SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

Kolkata weather Update today:আজ তুমুল বৃষ্টির প্রবল সম্ভাবনা এই জেলাগুলিতে, সপ্তাহভর চলবে দুর্যোগ?

চলতি সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির এই দাপট চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালের দিকে দক্ষিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। দিনভর দফায় দাফায় সেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গের উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমান ও পশ্চিমের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে থাকবে ঝোড়ো হাওয়া দাপট। চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র পালা করে ঝড় জল চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে মৌসুমী অক্ষরেখা প্রবলভাবে সক্রিয় থাকার জেরে ও ঝাড়খন্ডে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রভাব বাংলায় পড়ছে। তারই জেরে ভরা বর্ষায় এই টানা দুর্যোগ। আরও পড়ুন- sexually assaults:হাঁটুর বয়সী ছাত্রকে শারীরিক সম্পর্কে বাধ্য করানোর অভিযোগ, শহরের নামজাদা স্কুলের শিক্ষিকা গ্রেফতার কলকাতার আবহাওয়ার খবর আজ কলকাতা শহরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তিলোত্তমা মহানগরীতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আপাত শহর কলকাতার তাপমাত্রারও বিশেষ হেরফের হবে না। উত্তরবঙ্গের আবহাওয়ার খবর অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আপাতত আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কম।

ইন্ডিয়ান এক্সপ্রেস 3 Jul 2025 8:26 am

Cheteshwar Pujara: ৭ টেস্ট ম্য়াচে ব্যর্থ ৫ ক্রিকেটার, পূজারার বিকল্প আজও পেল না টিম ইন্ডিয়া?

Cheteshwar Pujara Replacement : ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) বর্তমানে একটা বড়সড় পরিবর্তনের মধ্যে দিয়ে এগোচ্ছে। আর সেকারণেই গত ২ বছর ধরে টিম ইন্ডিয়া তিন নম্বর জায়গার জন্য একজন ঠিকঠাক ব্য়াটার খুঁজে যাচ্ছে। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পর পূজারা টিম ইন্ডিয়ার (IND vs ENG 2nd Test Match) দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু, চেতেশ্বরের বিকল্প এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত সাতটি টেস্ট ম্য়াচে এই তিন নম্বর জায়গায় মোট পাঁচজন ব্যাটারকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। কিন্তু, কেউই শেষ পর্যন্ত সাফল্য অর্জন করতে পারেননি। আর সেকারণেই এবার অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এবং হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বেশ চাপে পড়ে গিয়েছেন। এখনও পাওয়া যায়নি পূজারার বিকল্প ভারতীয় ক্রিকেট দল গত ৭ টেস্ট ম্য়াচে মোট ৫ ব্যাটারকে এই ৩ নম্বর জায়গায় সুযোগ দিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচে দেবদত্ত পাডিক্কলকে সুযোগ দেওয়া হয়। দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্য়াচে শুভমান গিল এই ৩ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। চতুর্থ টেস্ট ম্য়াচে এই নম্বরে সুযোগ দেওয়া হয়েছিল কেএল রাহুলকে। পরের টেস্ট ম্য়াচে ফের বদল! আবারও ৩ নম্বরে ফিরিয়ে আনা হয় শুভমান গিলকে। এই তিনজন ক্রিকেটারই অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়াকে যথেষ্ট হতাশ করেছিলেন। আর সেকারণেই ইংল্যান্ড সফরে এই তিন নম্বর জায়গা নিয়ে ফের পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটে টিম ইন্ডিয়া। IND vs ENG 2nd Test Updates: ভারত-ইংল্যান্ড ম্যাচে 'ধুন্ধুমার', আর একটু হলেই... ইংল্যান্ড সফরে ২ ক্রিকেটারকে দেওয়া হয়েছে সুযোগ চলতি ইংল্য়ান্ড সফরের প্রথম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার তিন নম্বর জায়গায় ব্যাট করতে নেমেছিলেন সাই সুদর্শন। অভিষেক টেস্ট ম্য়াচে সুদর্শন খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। আর সেকারণেই দ্বিতীয় টেস্ট ম্য়াচে এই জায়গায় সুযোগ দেওয়া হয় করুণ নায়ারকে। নায়ারও প্রথম ইনিংসে মাত্র ৩১ রান করে আউট হয়ে যান। এবার দ্বিতীয় ইনিংসে তিনি বড় রান করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার। নাহলে আরও একটা পরিবর্তন হয়ত দেখা যেতে পারে। নিজের ভিত শক্ত করার জন্য় দ্বিতীয় ইনিংসে নজরকাড়া পারফরম্য়ান্স করতেই হবে করুণকে। নাহলে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে দ্রুত চেতেশ্বর পূজারার বিকল্প খুঁজতে হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 3 Jul 2025 8:00 am

COVID-19 Vaccine: অল্প বয়সেই হঠাৎ হার্ট অ্যাটাক, দুম করে মৃত্যু! কোভিড ভ্যাকসিনই কি দায়ী?

Heart Attack: গবেষক-চিকিৎসকরা জানিয়েছেন, যাদের ভয়ঙ্কর করোনা সংক্রমণ হয়েছিল, হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়েছিল, তাদের আকস্মিক মৃত্যুর সম্ভাবনা বেশি।

টিভি 9 বাংলা 3 Jul 2025 8:00 am

Rail One App: টিকিট বুকিং থেকে খাবার-রেলের সব পরিষেবা পাবেন এই নতুন অ্য়াপে, পাবেন দারুণ ডিসকাউন্টও

Indian Railways: এই অ্য়াপে একদিকে যেমন ট্রেনের টিকিট কাটা যাবে, তেমন আবার প্ল্যাটফর্ম টিকিটও কাটা যাবে। এই অ্যাপ থেকেই ট্রেনের লাইভ ট্র্যাকিং অর্থাৎ ট্রেন কোথায় রয়েছে, তা দেখা যাবে।

টিভি 9 বাংলা 3 Jul 2025 7:11 am

এবার কি করবে Bangladeshi-রা? মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে একের পর এক মুসলিম রাষ্ট্র!

Bangladesh: উজবেকিস্তানও তাদের ই-ভিসার তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশিদের নাম। তবে শুধু ঘুরতে যাওয়া নয়, বিদেশে কাজ করেন যে সব বাংলাদেশিরা তাদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে।

টিভি 9 বাংলা 3 Jul 2025 7:10 am

Store Grated Coconut: নারকেল কুঁচি করতে গিয়ে কি হাতে লাগছে? এই পদ্ধতিতে করলে ২ মাস রাখতেও পারবেন!

Coconut Storage Tips: নারকেল কুঁচি করা একটি কঠিন এবং সময়সাপেক্ষ কাজ, বিশেষ করে এর শক্ত খোলা আর সাদা অংশ আলাদা করার সময়ে এটা আরও কঠিন ব্যাপার হয়ে যায়। যাঁরা নিয়মিত রান্না করেন, বিশেষ করে দক্ষিণ ভারতীয় খাবার, তাঁদের জন্য নারকেল অপরিহার্য উপাদান। আবার, বাঙালিদের কাছে নাড়ু, পিঠে- এসব বানানোর জন্য নারকেলটা অত্যন্ত জরুরি। কিন্তু, হাত কেটে যাওয়া, ব্যথা বা ক্লান্ত হয়ে যাওয়ায় নারকেল কোঁচানোটা অনেকের কাছেই সমস্যার ব্যাপার হয়ে ওঠে। তবে সুখবর হলো—এই সমস্যার একটি একেবারে সহজ এবং কার্যকর সমাধান রয়েছে, যাতে আপনি খুব কম কষ্টে নারকেল কোঁচাতে পারবেন এবং দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজে রেখেও দিতে পারবেন। আরও পড়ুন- আপনার বাড়ির গ্যাসের বিল কমাতে চান? বার্নার খুলে এই পদ্ধতিতে পরিষ্কার করুন, অবাক হয়ে যাবেন! প্রথম ধাপ: নারকেল ফ্রিজে রাখা ১. নারকেল ভেঙে দুই টুকরো করুন। ২. এই টুকরোগুলো ফ্রিজারে (freezer) রেখে দিন দুই দিনের জন্য। ৩. লক্ষ্য করুন যে এটি ফ্রিজে (refrigerator) নয়, বরং ফ্রিজারে রাখা উচিত। ৪. দুই দিন পর নারকেলটি ফ্রিজার থেকে বের করে, ২ ঘণ্টা বাইরে রাখুন যাতে এটি স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে। আরও পড়ুন- বিনা ব্যায়ামে ২ সপ্তাহে কমাতে চান ৫ কেজি ওজন? দুর্দান্ত টিপস চিকিৎসকের দ্বিতীয় ধাপ: সহজে খোসা ছাড়ানো ২ ঘণ্টা পর ছুরি দিয়ে খুব সহজে সাদা অংশ আলাদা করে নিতে পারবেন। বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই, সাদা অংশ খোসা থেকে নিজেই খুলে আসবে। যদি কিছুটা কালো অংশ লেগে থাকে, সেটি খোসা ছাড়ানোর যন্ত্র বা ছুরি দিয়ে সরিয়ে ফেলুন। ছোট খোসার দাগ ক্ষতিকর নয়, কেবল সৌন্দর্যগত দিক থেকে এগুলি পরিষ্কার করা হয়। আরও পড়ুন- ৪ টেবিল চামচ হলুদের গুণ, আপনার পুরনো শার্টও হয়ে উঠবে নতুনের মত চকচকে! তৃতীয় ধাপ: কুঁচি করার সহজ পদ্ধতি নারকেলের সাদা অংশ ছোট ছোট টুকরো করে কাটুন (মিক্সারের জার অনুযায়ী)। কাটাগুলি মিক্সার জারে রেখে ২–৩ বার ভালো করে নাড়ুন। কয়েক সেকেন্ডেই আপনি দেখবেন নারকেল গুঁড়ো হয়ে গিয়েছে। এটি প্রচলিত নারকেল কোঁড়ানোর চেয়ে অনেক কম সময়ের এবং কম পরিশ্রমেের ব্যাপার। আরও পড়ুন- অল্প বয়সেই চুল পাকছে? চিকিৎসকের ঘরোয়া হেয়ার ডাইয়ের টিপসই ফেরাবে চুলের কালো রং চতুর্থ ধাপ: ২ মাস পর্যন্ত সংরক্ষণের টিপস কোঁচানো নারকেল বায়ুরোধী কাচের পাত্রে ঢুকিয়ে ফ্রিজারে রেখে দিন। প্রতিবার যতটুকু প্রয়োজন, ততটুকু ফ্রিজার থেকে বের করে ব্যবহার করুন। পুরো নারকেল বাইরে রেখে দিলে তা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু, কুঁচি করে ফ্রিজে রাখলে ২ মাস পর্যন্ত ভালো থাকে। নারকেলটিকে পাত্রে চেপে না রেখে ছড়িয়ে রাখুন । এতে ফ্রিজ থেকে বের করে সহজে চামচে তুলে নিতে পারবেন। রান্নার সুবিধা ও সময় সাশ্রয়: এই পদ্ধতিতে আপনি যে কোনও সময় সাম্বার, চাটনি বা ডেজার্টে সহজেই নারকেল ব্যবহার করতে পারবেন। আপনাকে আর প্রতিবার নারকেল কোঁড়ানোর ঝামেলা পোহাতে হবে না। নারকেল তাজা ও সুগন্ধি থাকবে, কারণ এটি ফ্রিজারে সংরক্ষিত। উপকারিতা এক নজরে: হাত ব্যথা বা কাটার ঝুঁকি কমবে। রান্নার সময় সাশ্রয় হবে। নারকেল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। নারকেলের স্বাদ ও গুণমান বজায় থাকবে। নারকেল ফ্রিজে সর্বোচ্চ ২ মাস ভালো থাকবে। এই কায়দাটা কাজে লাগালে নারকেল কুঁচি করাটা আর কোনও কষ্টকর কাজ থাকবে না। শুধুমাত্র একটি সঠিক পদ্ধতি অনুসরণ করলেই আপনি নারকেল সহজে নারকেল কুঁচি করে সংরক্ষণ করতে পারবেন। আপনার হাত থাকবে সুস্থ, রান্না হবে ঝামেলাহীন আর খাবার থাকবে সুস্বাদু। আজই এই পদ্ধতি ব্যবহার করে দেখুন আর রান্নার অভিজ্ঞতা নীচের কমেন্ট বক্সে শেয়ার করুন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 3 Jul 2025 7:00 am

Horoscope: আজকের রাশিফল ৩/৭/২০২৫

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৩ই জুলাই ২০২৫।মেষ/ Aries রাশিফল Rashifal : সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে ... Read more The post Horoscope: আজকের রাশিফল ৩/৭/২০২৫ first appeared on GNE Bangla .

GNE বাংলা 3 Jul 2025 6:13 am

৬০ দিনের মধ্যেই ভারতে শুরু হতে চলেছে Starlink-এর ইন্টারনেট পরিষেবা, কত টাকা নেবে Elon Musk-এর সংস্থা?

Elon Musk: বর্তমানে, গোটা পৃথিবীতে অনেক দেশেই পরিষেবা দিয়ে থাকে স্টার লিঙ্ক। ২৬ জুন ২০২৫-এর তথ্য বলছে ইতিমধ্যে লোয়ার আর্থ অরবিটে ৭ হাজার ৮৭৫টি স্যাটেলাইট পাঠিয়েছে ইলন মাস্কের সংস্থা।

টিভি 9 বাংলা 3 Jul 2025 6:10 am

Ajker Rashifal Bengali, July 3, 2025: কাজের ফাঁকেই অবসর কাটানো বদলে দেবে জীবনের মানে, প্রেমে কোন রাশির জাতক-জাতিকারা পাবেন সাফল্য?

Ajker Rashifal Bengali, July 3, 2025: আজ কেমন কাটবে বিভিন্ন রাশির জাতক ও জাতিকাদের? কারা পাবেন নতুন সুযোগ? কাদের মিটবে প্রত্যাশা? দেখে নিন এখানে। মেষ/ Aries রাশিফল Rashifal আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের ওপর জোর দিন। বহুদিনের অধরা ঋণ পেতে পারেন। বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান। ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ককে উন্নত করবে। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম চেষ্টা করবে। আরও পড়ুন- আপনার বাড়ির গ্যাসের বিল কমাতে চান? বার্নার খুলে এই পদ্ধতিতে পরিষ্কার করুন, অবাক হয়ে যাবেন! বৃষ/ Taurus রাশিফল Rashifal কোন অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন। ভয়, সন্দেহ, রাগ, লোভ ইত্যাদির মত নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত। কারণ এগুলি চুম্বকের মত কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে। উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছুই ভুল ভাববেন। আরও পড়ুন- ২ সপ্তাহে কমাতে চান ৫ কেজি ওজন? বিনা ব্যায়ামে দুর্দান্ত টিপস চিকিৎসকের মিথুন/ Gemini রাশিফল Rashifal বাচ্চাদের সঙ্গে খেলা আপনাকে বিশেষ অভিজ্ঞতা দেবে। শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। প্রত্যেকদিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান। যাঁরা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত, তাঁরা বেশ কিছু নতুন সুযোগ পাবেন। কোনও আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়তে পারেন। আরও পড়ুন- ৪ টেবিল চামচ হলুদের গুণ, আপনার পুরনো শার্টও হয়ে উঠবে নতুনের মত চকচকে! কর্কট/ Cancer রাশিফল Rashifal বিপদের সময় ধৈর্য্য হারাবেন না। যাঁরা ট্যাক্স ফাঁকি দেয়, তাঁরা আজ বড় সমস্যায় পড়তে পারেন। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর, আপনার পুরো পরিবারকে খুশি করবে। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। আরও পড়ুন- অল্প বয়সেই চুল পাকছে? চিকিৎসকের ঘরোয়া হেয়ার ডাইয়ের টিপসই ফেরাবে চুলের কালো রং সিংহ/ Leo রাশিফল Rashifal অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা। আপনি দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। কোনও প্রতিবেশীর সঙ্গে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সঙ্গে ঝগড়া করতে পারবে না। কন্যা/ Virgo রাশিফল Rashifal সন্ধ্যাবেলায় একটু আরাম করুন। কারও কাছে ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন। আপনি আপনার পথে এগিয়ে যান। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভব হবে। নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারি রাখুন। তুলা/ Libra রাশিফল Rashifal অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। এই রাশিচক্রের বিবাহিতরা আজ তাঁদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি আপনার দৈনিক সূচি থেকে বিরতি নিন এবং আজ আপনার বন্ধুদের সঙ্গে বেড়াতে যান। প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal কেউ আপনার মেজাজ খারাপ করে দিতে পারে। কিন্তু এই বিরক্তিগুলিকে আপনার নাগালে আসতে দেবেন না। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগগুলি আপনার শরীরে খারাপ প্রভাব আনতে পারে এবং ত্বকের সমস্যার সৃষ্টি করতে পারে। আজ আপনার পক্ষে অর্থ-সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব, তবে আপনার বোধ এবং জ্ঞানের সাহায্যে আপনি ক্ষতিকে মুনাফায় বদলে নিতে পারেন। ধনু/ Sagitarious রাশিফল Rashifal আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। ব্যবসায়িক সাফল্যের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। যাঁদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাঁদের সঙ্গে যোগাযোগের ভালো দিন। আপনি বাস্তবের মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন। কোনও কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না। নতুন সুযোগের সন্ধান করুন। মকর/ Capricorn রাশিফল Rashifal মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন। আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিব্যয় থেকে বিরত রাখেন, আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal এমন কোন কাজকর্মে নিযুক্ত হোন যা উৎসাহব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে। আজ, আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যার জন্য আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে। যদি আপনার মনের ওপর কোনও চাপ থেকে থাকে- তাহলে আপনার আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলুন-কারণ তাঁরা আপনার মাথা থেকে ভার সরিয়ে দেবে। মীন/ Pisces রাশিফল Rashifal আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়াশোনার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন। আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে। আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যিই কিছু বলবে। আপনার পেশার ওপর আধিপত্য পরীক্ষিত হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 3 Jul 2025 6:00 am

Personality: পুরুষের এই গুণেই ফিদা মহিলারা! মিলিয়ে দেখুন তো আপনারও আছে কিনা?

Lifestyle News: সেই বিশেষ ব্যক্তির প্রতি ভালোবাসায় পাগল হয়ে যান। আবার অনেক ক্ষেত্রে উল্টো। পাত্তাই পান না অনেক পুরুষ। সব সময় যে রূপ, খ্যাতি, পরিচিতি, জনপ্রিয়তা এসবের জন্যই মহিলাদের কাছে কোনও পুরুষ পছন্দের হয়ে ওঠেন তা নয়।

টিভি 9 বাংলা 3 Jul 2025 12:08 am

হাতে বল নয়, বোতল! এজবাস্টনে মন জিতলেন জল নিয়ে যাওয়া ‘টিমম্যান’বুমরাহ

এজবাস্টন টেস্টে তাঁকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সংবাদপ্রতিদিন 3 Jul 2025 12:02 am

৩ জুলাই রাশিফল: শিব যোগে কোন কোন রাশির কপাল খুলবে আজ?

জেনে নিন আজকের রাশিফল।

সংবাদপ্রতিদিন 3 Jul 2025 12:00 am

কালান্তার ( ০৩ জুলাই ২০২৫ )

কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar

কি পি ই কালান্তর 3 Jul 2025 12:00 am

IND vs ENG 2nd Test Highlights: শুভমানের সেঞ্চুরিতে ভাঙল একাধিক রেকর্ড, বন্ধ হল নিন্দুকদের মুখ

Shubman Gill Test Century : ভারতীয় টেস্ট ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক হওয়ার পরই শুভমান গিলের ভোল একেবারে বদলে গিয়েছে। ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি টানা দ্বিতীয় ম্য়াচে (IND vs ENG 2nd Test Match) শতরান হাঁকালেন। চার নম্বরে ব্যাট করতে নেমে শুভমান গিল শুরুর দিকে যথেষ্টই চাপে ছিলেন। কিন্তু, এজবাস্টনে প্রথম দিনের শেষে তিনি দুর্দান্ত শতরান হাঁকালেন। আর সেইসঙ্গে টেস্ট কেরিয়ারে তিনি সপ্তম শতরান করলেন। এই শতরানের পাশাপাশি কিংবদন্তীদের তালিকায় তিনি নিজের নামটাও লিখিয়ে ফেললেন। ভারতীয় ক্রিকেট দলের চতুর্থ অধিনায়ক হিসেবে প্রথম দুটো টেস্ট ম্য়াচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। বুধবার (২ জুলাই) পরপর দুটো শতরান হাঁকিয়ে শুভমান নিজের শতরান পূরণ করলেন। টানা দ্বিতীয় শতরান করলেন শুভমান করুণ নায়ার আউট হওয়ার পর শুভমান গিল ব্যাট করতে নেমেছিলেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে জুটি বেঁধে তিনি প্রথমে টিম ইন্ডিয়ার জন্য ভিতটা শক্ত করেন। গিল এবং যশস্বীর মধ্যে ৬৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। যশস্বী প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর অধিনায়ক নিজের কাঁধেই দায়িত্ব তুলে নেন। আর সেইসঙ্গে ব্রিটিশ বোলারদের 'ক্লাস' নিলেন তিনি। মাঠের চারদিকেই শুভমানের ব্যাট থেকে বাউন্ডারি বেরিয়ে আসে। একের পর এক নজরকাড়া শট হাঁকান তিনি। মাত্র ৩ রানের মধ্যে ঋষভ পন্থ এবং নীতিশ কুমার রেড্ডির উইকেট পড়ে যাওয়ার পর রবীন্দ্র জাদেজার সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন। ১৯৯ বলে শেষপর্যন্ত শুভমান নিজের শতরান পূরণ করলেন। ইংল্যান্ডের মাটিতে এই নিয়ে তিনি চতুর্থ শতরান হাঁকালেন। Shubman Gill Century IND vs ENG 2nd Test: লিডসের পর এজবাস্টন, শুভমানের শতরানে স্বস্তিতে ভারত তৃতীয় অধিনায়ক হিসেবে গড়লেন রেকর্ড ভারতীয় ক্রিকেট দলের তৃতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা দুটো ম্য়াচে জোড়া শতরান হাঁকালেন শুভমান গিল। ইতিপূর্বে বিজয় হাজারে এবং মহম্মদ আজহারউদ্দিন এই রেকর্ড কায়েম করেছিলেন। সেইসঙ্গে শুভমান ভারতীয় চতুর্থ ব্যাটার হিসেবে নাম লেখালেন যিনি অধিনায়ক হিসেবে প্রথম দুটো টেস্ট ম্য়াচেই জোড়া শতরান হাঁকালেন। গত তিন ইনিংসে তিনি দুটো শতরান করে ফেলেছেন। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে লাগাতার তিন ম্য়াচে শতরান হাঁকানোর তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন শুভমান গিল। ইতিপূর্বে, হেডিংলে টেস্টে তিনি ১৪৭ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 2 Jul 2025 11:51 pm

Narendra Modi |পাঁচ দেশ সফরে প্রধানমন্ত্রী, ‘হরে রাম হরে কৃষ্ণ’ গেয়ে মোদিকে স্বাগত জানাল ঘানার শিশুরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাঁচ দেশের সফরে বের হয়ে ঘানায় (Ghana) পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গত ৩ দশকে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আফ্রিকার এই দেশে সফরে গেলেন। এদিন আক্রায় পৌঁছতেই মোদিকে স্বাগত জানান ঘানার প্রেসিডেন্ট জন মাহামা। মোদিও তাঁকে বুকে জড়িয়ে ধরেন। সেখানেই গার্ড অফ অনার দেওয়া হয় মোদিকে। স্থানীয় রীতিতে […] The post Narendra Modi | পাঁচ দেশ সফরে প্রধানমন্ত্রী, ‘হরে রাম হরে কৃষ্ণ’ গেয়ে মোদিকে স্বাগত জানাল ঘানার শিশুরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 11:45 pm

Ind-Eng 2nd Test |গিলের শতরান, যশস্বীর ৮৭, প্রথম দিনের শেষে ভারত ৫ উইকেটে ৩১০

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হেডিংলির পর এজবাস্টনে দ্বিতীয় টেস্টেও টসে হেরে গেলেন শুভমান গিল। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রানের ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় টেস্টেও শতরান করলেন অধিনায়ক শুভমান গিল। প্রথম দিনের শেষে ভারতের রান ৫ উইকেটের বিনিময়ে ৩১০। গিলের সঙ্গে ক্রিজে রয়েছেন জাদেজা। […] The post Ind-Eng 2nd Test | গিলের শতরান, যশস্বীর ৮৭, প্রথম দিনের শেষে ভারত ৫ উইকেটে ৩১০ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 11:43 pm

বন্ধ অনিদ্রা-ডিপ্রেশনের ওষুধ, শুরু স্পিচ থেরাপি, কেমন আছেন সাংসদ সৌগত?

গত ২২ জুন থেকে গুরুতর অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 11:42 pm

জঙ্গলমহলে বাড়ছে হাতি-মানুষ সংঘাত, পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠকে বনদপ্তর

কয়েক কোটি টাকার প্রকল্প নিয়েছে ঝাড়গ্রাম বনদপ্তর।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 11:36 pm

গিলের সেঞ্চুরি, লড়াই যশস্বী-জাদেজার, এজবাস্টনে প্রথম দিনে ৩০০ পার ভারতের

দিনের শেষে অপরাজিত রয়েছেন গিল-জাদেজা।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 11:27 pm

IND vs ENG: ফের সেঞ্চুরি ক্যাপ্টেনের, ভারতকে ভরসা দিচ্ছেন শুভমনই

India Vs England 2ndTest: প্রথম দিনের শেষে অপরাজিত রয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। ভারতীয় টিমের বড় স্কোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাঁরই। কেরিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। ক্যাপ্টেন হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে। ব্যাটার শুভমন গিল দুরন্ত ছন্দে।

টিভি 9 বাংলা 2 Jul 2025 11:24 pm

Lay Off: একধাক্কায় ৯০০০ কর্মী ছাঁটাই করবে বিশ্বের অন্যতম বড় এই টেক সংস্থা, নেপথ্যে সেই AI!

Lay Off: গত মে মাসেই ৬,০০০ কর্মী ছাটাই করেছিল এই সংস্থা। বিশেষত সেলস বিভাগের কর্মীদের ক্ষেত্রে প্রভাব পড়েছিল। আর এবার খরচে পড়েছে টান।

টিভি 9 বাংলা 2 Jul 2025 11:19 pm

হাসিনার পতনের বর্ষপূর্তি, ৫ আগস্টকে ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ ঘোষণা ইউনুস সরকারের

ওইদিন বাংলাদেশে সাধারণ ছুটি থাকবে।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 11:07 pm

GOLD-HOUSE: সত্যিকারের ‘সোনার কেল্লা’, ভারতেই রয়েছে ২৪ ক্যারেট গোল্ডে তৈরি বাড়ি!

24 carat gold House in India: আদতে সোনার কেল্লা সোনা দিয়ে তৈরি নয়। তবে ভারতে এমন একটি বাড়ি রয়েছে, যা সোনা দিয়ে তৈরি। সোনার কেল্লা তো বলাই যায়!

টিভি 9 বাংলা 2 Jul 2025 10:57 pm

Nabanna: আগামী শনিবার বিশেষ সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী মমতা, নবান্নে হল বৈঠক

Nabanna: উল্টোরথের দিন কলকাতাতেই থাকবেন মুখ্যমন্ত্রী। আগামী ৪ জুলাই, শুক্রবার থেকে রাজ্যের একাধিক মন্ত্রীকে দিঘায় যাওয়ার নির্দেশ দিয়েছেন মমতা।

টিভি 9 বাংলা 2 Jul 2025 10:55 pm

রাজ্য সরকারের উদ্যোগে ঘুচল বন্দিদশা, বাংলা বলার ‘অপরাধে’আটক ৭ জনকে ছাড়ল দিল্লি পুলিশ

তাঁদের মুক্তিতে খুশি পরিবারের লোকজন।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 10:47 pm

পরপর দুই টেস্টে সেঞ্চুরি, ইংল্যান্ড সফরে সোনালি ফর্ম অধিনায়ক গিলের

ধৈর্য্য ধরে ইনিংস সাজালেন গিল।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 10:47 pm

Brown Sugar seized |পুলিশের জালে দুই মাদক পাচারকারী, উদ্ধার ২০০ গ্রাম ব্রাউন সুগার

সোনাপুর: মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল আলিপুরদুয়ার -১ ব্লকের সোনাপুর ফাঁড়ির পুলিশ। বুধবার ব্রাউন সুগার সহ দুজনকে হাতেনাতে ধরল পুলিশ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে সোনাপুরের গো-হাট এলাকা দিয়ে বাইকে মাদক পাচার হচ্ছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ গো-হাট এলাকায় নাকা চেকিং শুরু করে। সেই সময় একটি বাইককে আটকে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতে […] The post Brown Sugar seized | পুলিশের জালে দুই মাদক পাচারকারী, উদ্ধার ২০০ গ্রাম ব্রাউন সুগার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 10:44 pm

Siliguri |কসবাকাণ্ড থেকে শিক্ষা! নিরাপত্তার স্বার্থে শিলিগুড়ির কলেজগুলিতে বাড়ানো হচ্ছে সিসি ক্যামেরা     

শিলিগুড়িঃ কসবা আইন কলেজে গণধর্ষণ কাণ্ডের পর রাজ্যের কলেজগুলিতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে তৎপরতা শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ির কলেজগুলিতেও। নিরাপত্তার স্বার্থে প্রতিটি কলেজেই বাড়ানো হচ্ছে সিসি ক্যামেরা। কলেজের কোন অংশগুলিতে নজরদারি প্রয়োজন, তার তালিকা তৈরি করা হচ্ছে। সেই অংশগুলি সিসি ক্যামেরার নজরদারির আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। তবে […] The post Siliguri | কসবাকাণ্ড থেকে শিক্ষা! নিরাপত্তার স্বার্থে শিলিগুড়ির কলেজগুলিতে বাড়ানো হচ্ছে সিসি ক্যামেরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 10:09 pm

প্রধানমন্ত্রী হিসাবে প্রথম সফর, ‘হরে রাম হরে কৃষ্ণ’গেয়ে মোদিকে স্বাগত জানাল ঘানার শিশুরা

তিন দশকে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ঘানায় পা রেখেছেন নরেন্দ্র মোদি।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 10:07 pm

রাত ৮টার পর ভাত-রুটি খেয়ে নিজের সর্বনাশ ডাকছেন না তো? বেছে নিন বিকল্প এই খাবার

খাওয়ার সময় পরিবর্তন একান্ত করতে না পারলে মেনুতে আনতে হবে বদল।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 10:06 pm

Yashasvi Jaiswal: অল্পের জন্য সেঞ্চুরি মিস, দ্বিতীয় ইনিংসে হতে পারে বড় রেকর্ড

India Vs England 2nd Test: অল্পের জন্য সেঞ্চুরি মিস। সঙ্গে আরও একটা বড় রেকর্ডের জন্যও অপেক্ষা রইল। সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় ইনিংসেই সেই রেকর্ড হয়ে যেতে পারে। রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেওয়াগের মতো কিংবদন্তিকে ছাপিয়ে যেতে পারেন যশস্বী জয়সওয়াল।

টিভি 9 বাংলা 2 Jul 2025 9:42 pm

BJP:কাল '২৬-এর নির্বাচনের শপথ BJP-র, নয়া সভাপতির অভিষেক!

দলের নতুন রাজ্য সভাপতিকে বরণ করে নিতে তৈরি সুকান্ত মজুমদার,শুভেন্দু অধিকারীরা। আগামীকাল ৩ জুলাই কলকাতার সায়েন্স সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে বরণ করে নেওয়া হবে BJP-র নতুন রাজ্য সভাপতিকে। এদিন সায়েন্স সিটিতে অনুষ্ঠান মঞ্চ সাজিয়ে তোলার কাজ খতিয়ে দেখে এসেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। বুধবারই রাজ্য সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শমীক ভট্টাচার্য। আগামীকালই বিজেপি রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের নাম ঘোষণা করে দিতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের রাজ্য সভাপতি পদে শমীক ভট্টাচার্য ছাড়া বিজেপির তরফে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। সুতরাং তাঁর নামেই সিলমোহর পড়াটা সময়ের অপেক্ষা মাত্র। আগামীকাল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে তরফে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে দলেরই রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের নাম ঘোষণা হতে চলেছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। '২৬-এর ভোটের আগে সুবক্তা হিসেবে পরিচিত দীর্ঘদিন দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা শমীক ভট্টাচার্যের হাতেই দলের ব্যাটন তুলে দিতে চলেছেন মোদী, শাহ,নাড্ডারা। আরও পড়ুন- sexually assaults:হাঁটুর বয়সী ছাত্রকে শারীরিক সম্পর্কে বাধ্য করানোর অভিযোগ, শহরের নামজাদা স্কুলের শিক্ষিকা গ্রেফতার আরও পড়ুন- Shamik Bhattacharya: সুকান্তর পর বঙ্গ BJP-র ব্যাটন হাতে নিচ্ছেন শমীকই, চূড়ান্ত ঘোষণা সময়ের অপেক্ষা মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, দল দায়িত্ব দিলে সেই দায়িত্ব পালনে তিনি তৈরি আছেন। দলে পুরোনো এবং নতুনদের ঐক্যবদ্ধ করে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য।

ইন্ডিয়ান এক্সপ্রেস 2 Jul 2025 9:41 pm

‘বামপন্থী পাগল, নিউ ইয়র্ক ধ্বংস করে দেবে’, ডেমোক্র্যাট জোহরানকে বেনজির কটাক্ষ ট্রাম্পের

জোহরানের মা হলেন স্বনামধন্য পরিচালক মীরা নায়ার।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 9:37 pm

নির্ঝঞ্ঝাট ডায়ালিসিস থেকে জটিল সার্জারি, কলকাতার এই হাসপাতালই ওয়ান-স্টপ সলিউশন

NABH ও NABL-এর মতো দু'টি গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা ডিসান অনুমোদিত।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 9:36 pm

Birbhum: স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিলই, শ্যালক পৌঁছতেই ঘরের দরজা বন্ধ করে বেধড়ক মার, তারপর গোয়ালঘরে হাড়হিম করা দৃশ্য

Birbhum: ছেলের পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় ওই যুবতীর দাদা মল্লারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িতে আসার পর যুবককে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করে।

টিভি 9 বাংলা 2 Jul 2025 9:23 pm

শাহরুখের নামে কুকুর পুষতেন আমির, বললেন, ‘ও তো ছ্যাঁচড়া…’

কিং খানকে নিয়ে বিস্ফোরক আমির খান। কী বললেন?

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 9:19 pm

সেঞ্চুরি মিস করেও রেকর্ড যশস্বীর, ভাঙলেন ৫১ বছরের পুরনো নজির

১০৭ বলে ৮৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 9:11 pm

sexually assaults:হাঁটুর বয়সী ছাত্রকে শারীরিক সম্পর্কে বাধ্য করানোর অভিযোগ, শহরের নামজাদা স্কুলের শিক্ষিকা গ্রেফতার

teacher sexually assaults student: গত বছরের জানুয়ারি থেকে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মুম্বই পুলিশ গত সপ্তাহে শহরের একটি নামী স্কুলের ৪০ বছর বয়সী এক মহিলা শিক্ষিকাকে গ্রেফতার করেছে। ওই শিক্ষিকার এক বন্ধু, যিনি তাকে সাহায্য করেছিলেন বলে জানা গেছে, তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। ১৬ বছর বয়সী ওই কিশোরের বাবা-মা যখন তার আচরণে পরিবর্তন লক্ষ্য করেন এবং তাকে মুখ খুলতে সাহস জোগান। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। কিশোরটি তার নির্যাতনের কথা প্রকাশ করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষিকা ওই স্কুলে ইংরেজি পড়ায়। সে বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৩ সালের ডিসেম্বরে স্কুলের বার্ষিক দিবসের অনুশীলনের সময় মহিলাটি ছেলেটিকে লক্ষ্য করার পর তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। এরপর তিনি তার পক্ষ থেকে ছেলেটির সাথে যোগাযোগকারী এক বন্ধুর সাহায্য নেন এবং তাকে বোঝান যে কিশোর ছেলেদের বয়স্ক মহিলাদের সাথে সম্পর্ক স্থাপন করা অস্বাভাবিক নয়। আরও পড়ুন- West Bengal News Live Updates: 'এই হিংসা শুধু তৃণমূলের জল্লাদরাই করতে পারে', তামান্না খুনে অধীরের নিশানায় শাসকদল পুলিশ সূত্র জানিয়েছে, ছেলেটিকে শিক্ষকের সাথে দেখা করতে রাজি করানো হয়েছিল। ওই শিক্ষিকা তাকে তার গাড়িতে করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেছিলেন। এই ঘটনায় ছেলেটি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তার স্বাস্থ্যেরও অবনতি ঘটে। ওই মহিলা দক্ষিণ মুম্বাই এবং পশ্চিম শহরতলির পাঁচতারা হোটেলে পর্যন্ত নিয়ে গিয়েছিল ওই ছেলেটিকে। সেখানে তাকে যৌন নির্যাতনের আগে মদ্যপান করানোর অভিযোগ ওই শিক্ষিকার বিরুদ্ধে। আরও পড়ুন- West Bengal News Live Updates: 'এই হিংসা শুধু তৃণমূলের জল্লাদরাই করতে পারে', তামান্না খুনে অধীরের নিশানায় শাসকদল প্রথমে ছেলেটি তার বাবা-মায়ের কাছে বিষয়টি প্রকাশ করার পর, তারা কোনও বড় পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ বোর্ড পরীক্ষার পর সে স্কুল ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। তবে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্কুল ছেড়ে যাওয়ার পর ছেলেটি হতাশায় ডুবে যায়। অন্য একটি সূত্র জানিয়েছে, অভিযুক্ত শিক্ষিকা আবারও ছেলেটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আরও পড়ুন- weekend trip: বর্ষায় কলকাতার কাছের এই সমুদ্র পাড়ের অনিন্দ্যসুন্দর রূপ লজ্জায় ফেলে সুন্দরী রমণীদেরও সেটা টের পেয়ে এরপর ছেলেটির অভিভাবকরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইন এবং কিশোর বিচার আইনের প্রাসঙ্গিক ধারায় মহিলা শিক্ষিকার বিরুদ্ধে FIR দায়ের করে এবং তাকে গ্রেফতার করে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 2 Jul 2025 8:58 pm

উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে ছিটকে যেতেই অবসাদে ভুগছেন! মনোবিদের দ্বারস্থ হচ্ছেন তারকা

তৃতীয় বাছাইয়ের মর্যাদা পেয়েও লজ্জার হার তারকার।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 8:49 pm

বন্ধুর বউয়ের প্রেমে মজে যুবক, পথের কাঁটাকে সরাতে কুপিয়ে খুন!

কুকীর্তি করে পালাতে গিয়ে পুলিশের জালে 'খুনি' প্রেমিক।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 8:48 pm

Reduce LPG gas bill: আপনার বাড়ির গ্যাসের বিল কমাতে চান? বার্নার খুলে এই পদ্ধতিতে পরিষ্কার করুন, অবাক হয়ে যাবেন!

Reduce LPG gas bill: বর্তমান সময়ে রান্নার গ্যাসের দাম ক্রমাগত বাড়ছে। অনেকেই মাসের শেষে বিল দেখে অবাক হচ্ছেন। ভাবছেন, এত গ্যাস গেল কোথায়? আপনি জানলে অবাক হবেন যে রান্নার গ্যাস অপচয়ের একটি বড় কারণ হল- বার্নারের ব্লকেজ এবং অপরিষ্কার অবস্থা। বার্নার পরিষ্কার না করলে কী হয়? গ্যাস ঠিকমতো বার্নারে পৌঁছয় না শিখা ছোট বা অসমান হয় রান্না করতে বেশি সময় লাগে প্রতি মাসে গ্যাসের অপচয় হয় ২০-৩০% পর্যন্ত রান্নার পাত্রের নীচে কালো দাগ পড়ে আরও পড়ুন- ২ সপ্তাহে কমাতে চান ৫ কেজি ওজন? বিনা ব্যায়ামে দুর্দান্ত টিপস চিকিৎসকের সমাধান: মাত্র ১টি সহজ পদ্ধতিতে গ্যাস সাশ্রয় করুন ডুবিয়ে পরিষ্কার করার এই ঘরোয়া পদ্ধতিতে আপনার বার্নার হবে একেবারে নতুনের মত উজ্জ্বল। এতে গ্যাস প্রবাহ হবে মসৃণ, রান্না হবে দ্রুত এবং গ্যাস বাঁচবে প্রতি মাসে গড়ে ১০–১৫ দিন পর্যন্ত! আরও পড়ুন- ৪ টেবিল চামচ হলুদের গুণ, আপনার পুরনো শার্টও হয়ে উঠবে নতুনের মত চকচকে! কী কী লাগবে? ফুটন্ত গরম জল অর্ধেক বা ১টি লেবু ১ প্যাকেট ইনো পাউডার ২ টেবিল চামচ সাদা ভিনেগার স্ক্রাবার বা তারের ব্রাশ তেঁতুলের টুকরো নিতেও পারেন আবার না-ও পারেন আরও পড়ুন- অল্প বয়সেই চুল পাকছে? চিকিৎসকের ঘরোয়া হেয়ার ডাইয়ের টিপসই ফেরাবে চুলের কালো রং ধাপে ধাপে পরিষ্কারের নিয়ম: ১. বার্নার খুলে নিন: আপনার গ্যাস চুলা থেকে বার্নার আলাদা করুন এবং একটি পাত্রে রাখুন। ২. ফুটন্ত জল দিন: একটি বড় পাত্রে ফুটন্ত জল দিন এবং বার্নারগুলি সম্পূর্ণভাবে ডুবিয়ে দিন। উল্টেও ভিজিয়ে রাখতে পারেন। ৩. লেবুর রস মেশান: জলে অর্ধেক বা সম্পূর্ণ লেবুর রস মেশান। লেবুর অ্যাসিড ময়লা গলিয়ে দেবে। ৪. এনো পাউডার ধীরে ধীরে দিন: ইনো সরাসরি না দিয়ে অল্প অল্প করে দিন। এতে গ্যাসের মত ফেনা উঠবে এবং ময়লা আলগা হবে। ৫. সারারাত ভিজিয়ে রাখুন: এই মিশ্রণে বার্নারগুলিকে রাতভর রেখে দিন। ৬. পরের দিন ভিনেগার মেশান: সকালে ওই জলে অথবা নতুন ফুটন্ত জলে ২ চামচ ভিনেগার মেশান এবং ১ ঘণ্টা রাখুন। ৭. তেঁতুল দিয়ে ঘষুন: চকচকে বার্নার পেতে চাইলে তেঁতুলের টুকরো দিয়ে হালকা ঘষে নিন। ৮. স্ক্রাবার দিয়ে ঘষে ধুয়ে ফেলুন: সবশেষে স্ক্রাবার বা তারের ব্রাশ দিয়ে ঘষুন। সব ময়লা উঠে যাবে। আরও পড়ুন- নোংরা চিরুনি ঝটপট পরিষ্কারের টিপস! জলের দরকার নেই, এই ঘরোয়া টিপসেই চিরুনি করবে ঝকমক ফলাফল: নতুনের মতো বার্নার, কম গ্যাস খরচ! শিখা হবে নীল ও স্থির রান্না হবে দ্রুত গ্যাস কম খরচ হবে বার্নারের আয়ু বাড়বে পাত্রে আর কালো দাগ পড়বে না কতবার করবেন? প্রতি মাসে একবার এই পদ্ধতি কাজে লাগান। বিশেষত যদি আপনি নিয়মিত রান্না করেন, তাহলে মাসে ২ বার করলেই আরও ভালো ফল পাবেন। একটু যত্ন এবং এই সহজ ঘরোয়া পদ্ধতি আপনার গ্যাস খরচ অনেকটাই কমিয়ে দিতে পারে। শুধু অর্থ সাশ্রয়ই নয়, বার্নার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে রান্না করেও আনন্দ পাবেন। আজই চেষ্টা করে দেখুন, আর গ্যাসের বিল কমান সহজেই!

ইন্ডিয়ান এক্সপ্রেস 2 Jul 2025 8:45 pm

IND vs ENG 2nd Test Updates: ভারত-ইংল্যান্ড ম্যাচে 'ধুন্ধুমার', আর একটু হলেই...

Yashasvi Jaiswal : ভারত বনাম ইংল্য়ান্ড (India vs England) চলতি টেস্ট সিরিজে আরও একটি দুর্দান্ত ইনিংস উপহার দিলেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রান করে তিনি আউট হল। ভারতের অপর ওপেনার কেএল রাহুল মাত্র ২ রানে আউট হওয়ার পর জয়সওয়ালের উইকেটে টিকে থাকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। আর সেটাই করেছেন তিনি। নজরকাড়া একটি শতরান করে টিম ইন্ডিয়াকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। তবে যশস্বী ব্যাট করার সময় ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) কার্যত পায়ে পা জড়িয়ে ঝগড়া করতে আসেন। চোখের নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে এজবাস্টনের পরিস্থিতি। ঠিক কী হয়েছিল ঘটনাটি, আসুন বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। এজবাস্টনে কেএল রাহুল দ্রুত নিজের উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, যশস্বীর ব্যাটে ভারতীয় ক্রিকেট শিবিরে একটা স্বস্তির আবহ তৈরি হয়। দ্বিতীয় টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে ক্রিস ওকস তাঁকে কিছুটা সমস্যায় ফেলেছিলেন। তবে সময় যত এগোতে থাকে, যশস্বী নিজের ভিতটা শক্ত করতে থাকেন। Jasprit Bumrah Rested: গুরুত্বপূর্ণ ম্য়াচে কেন বিশ্রাম বুমরাহকে? গম্ভীরের 'তুঘলকি' সিদ্ধান্তে চটে লাল শাস্ত্রী-গাভাসকার আর পায়ের তলার মাটি শক্ত হওয়ার পরই ইংল্যান্ডের বাকি বোলারদের তিনি কচুকাটা করতে শুরু করেছিলেন। এই সময় যশস্বীকে যোগ্য সঙ্গত দেন করুণ নায়ার। এই ম্য়াচে করুণ ৩ নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। কারণ সাই সুদর্শনকে দলের প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। যাইহোক, যশস্বী এবং করুণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। IND vs England 2nd Test Playing 11: আশঙ্কাই হল সত্যি! এই ৩ ক্রিকেটারকে শেষমেশ বাদ দিল টিম ইন্ডিয়া লাঞ্চ ব্রেকের খানিকক্ষণ আগে ইংল্যান্ড ক্রিকেট দল অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল। ঠিক সেইসময় ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে বেশ 'গরমা-গরম' কথাবার্তা শুনতে পাওয়া যায়। যশস্বী একটা সিঙ্গল চুরি করতেই স্টোকস তাঁকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করেন। দেখে নিন ভিডিও: Ben Stokes to Yashasvi Jaiswal #INDvENG pic.twitter.com/uOcWfM3pOy — Rosesh (@roseshpoet) July 2, 2025 যদিও স্টোকসের এই উত্যক্ত করার যাবতীয় চেষ্টাই বৃথা হয়ে যায়। কারণ জয়সওয়ালের ব্যাটিংয়ে তার কোনও প্রভাব দেখতে পাওয়া যায় না। এজবাস্টন টেস্টের প্রথম সেশনেই তিনি দুর্দান্ত হাফসেঞ্চুরি করে স্টোকসকে যোগ্য জবাব দিয়ে দেন। শেষপর্যন্ত ১০৭ বলে ৮৭ রান করে তাঁকে থামতে হয়েছে। ইতিমধ্যে ১৩ চার হাঁকিয়েছেন তিনি। দুঃখের বিষয় সেই স্টোকসের বলেই তিনি ব্রিটিশ উইকেটকিপার জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। চা-পানের বিরতিতে ভারত ৩ উইকেট হারিয়ে ১৮২ রান করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 2 Jul 2025 8:44 pm

BJP: শেষ পর্বে হঠাৎ মনোনয়ন নিয়ে হাজির অম্বুজাক্ষ মহান্তি

BJP Bengal: আজ, বুধবার চূড়ান্তপর্বে রাজ্য় বিজেপির দফতরে ৬০ জন কার্যকর্তা রাষ্ট্রীয় পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। সেগুলি গৃহীত হয়েছে। রীতি মেনে বৃহস্পতিবার সায়েন্স সিটিতে 'রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ' অনুষ্ঠান হবে।

টিভি 9 বাংলা 2 Jul 2025 8:44 pm

বিরাট অস্বস্তিতে অনিল আম্বানি, ‘জালিয়াত’বলে চিহ্নিত করল SBI

একসময় বিশ্বের ষষ্ঠ ধনী ছিলেন অনিল আম্বানি।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 8:42 pm

শতবর্ষের উদযাপনেও সংঘের পাখির চোখ বাংলা, রাজ্যজুড়ে ধর্ম সম্মেলন, কলকাতায় মহা অধিবেশনে ভাগবত

আরএসএস চলতি বছরে ১৫০০ থেকে ১৬০০ হিন্দু ধর্ম সম্মেলন করার কথা ঘোষণা করেছে।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 8:42 pm

Bollywood Actor Tragedy: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন সুপারস্টার, চিকিৎসকদের গাফিলতিতেই প্রাণ যাওয়ার মতো অবস্থা হয় তাঁর?

১৯৮২ সালে কুলি ছবির সেটে আহত হওয়ার পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকেন অমিতাভ বচ্চন। পুনিত ইসার, যিনি অ্যাকশন দৃশ্যে তাঁর সহ-অভিনেতা ছিলেন, তিনিই সেই দৃশ্যের সময় দুর্ঘটনাক্রমে তাকে আঘাত করেছিলেন এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনা মারাত্মক আকার নেয়। সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে, পুনিত সেই ঘটনাটি শেয়ার করেছেন যে তিনি যখন অমিতাভের সাথে অ্যাকশন দৃশ্যের মহড়া দিচ্ছিলেন, তখন অভিনেতা তাকে ঘুষি মারার সময় তাকে স্পর্শ করতে বলেছিলেন যাতে সেটি নকল না দেখায় তবে কোনওভাবে, দৃশ্যের কোরিওগ্রাফির সময়টি গণ্ডগোল হয়ে যায় এবং অমিতাভ আহত হন। কিন্তু তাঁর অবস্থা খারাপ হয় অন্য কারওর দোষে? Abhijit Gangopadhyay Health: এখন কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? সুস্থ… নিজের ইউটিউব চ্যানেলে সিদ্ধার্থ কান্নানের সঙ্গে আলাপচারিতায় পুনিত জানান, কুলিতে অমিতাভের সঙ্গে সেটাই তাঁর প্রথম দিন। তিনি শেয়ার করেছেন যে তারা যখন মারপিট দৃশ্যের মহড়া দিচ্ছিলেন, তখন তারা বুঝতে পেরেছিলেন যে নির্দিষ্ট কোণ থেকে চিত্রগ্রহণ করা হবে। একে অপরকে ঘুষি মারার সিন ছিল। যাতে নকল না দেখায় সে কারণেই অমিতাভ বলেছিলেন হালকা স্পর্শ করে ঘুষি মারতে। যেন শট নকল না দেখায়। অভিনেতা জানান বচ্চনের কথা মতই কাজ করেছিলেন তিনি। অমিতজি বলেছিলেন যে আপনি আমাকে স্পর্শ করতে পারেন কারণ আমি যেভাবেই হোক পিছিয়ে যাব। আমি যখন তাকে বোর্ডের বিরুদ্ধে ধাক্কা মেরেছিলাম, তখন এটি রিফ্লেক্স অ্যাকশন ছিল যে সে এগিয়ে এসেছিল এবং টাইমিং স্ক্রু হয়ে গিয়েছিল এবং আমি তাকে আঘাত করেছিলাম। এটা নিছকই একটা দুর্ঘটনা ছিল। Tollywood Actress: 'ওর সব মেয়েকেই ভাল লাগে..', ফ্রড শশুরবাড়ির খপ্পরে… পুনিত জানিয়েছিলেন, যে জিনিসগুলি বরং দ্রুত গতিতে খারাপ থেকে আরও খারাপের দিকে গিয়েছিল, তাঁর নেপথ্যে অন্য কারণ ছিল। তাঁর কথায়, চিকিৎসকদের অবহেলা ছিল কারণ। তারা নির্ণয় করতে পারেনি যে তার অন্ত্রে কী সমস্যা ছিল, তার অন্ত্র ফেটে গেছিল। যদি এটি কেবল একটি নিয়মিত অন্ত্র ফেটে যাওয়ার সমস্যা হত, তবে তারা এটি ঠিক করতে পারত। তবে এটি খারাপ থেকে আরও খারাপ হয়ে গেছিল। দুর্ঘটনার সময় অমিতাভ বচ্চন বেঙ্গালুরুতে শুটিং করছিলেন কিন্তু তার অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং তাকে বিমানে করে মুম্বাই নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরপরই জ্ঞান ফেরার আগ পর্যন্ত কয়েক মুহূর্তের জন্য তাকে মৃত ঘোষণা করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 2 Jul 2025 8:39 pm

কুকুরছানাকে বাঁচাতে গিয়ে খেলেন কামড়, জলাতঙ্কে প্রাণ হারালেন কাবাডি খেলোয়াড়

অভিযোগ, সরকারি হাসপাতালগুলি ভর্তি নিতে চায়নি তাঁকে।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 8:33 pm

Burdwan |প্রতারণার অভিযোগে তৃণমূল ঘনিষ্ঠের বাড়িতে ইডির হানা, দিনভর তল্লাশি

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান : ইডি অফিসার সেজে দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী জিন্নার আলির বাড়িতে হানা দিল ইডি। বুধবার পূর্ব বর্ধমানের রায়নার ক্ষেমতা গ্রামে বুধবার সাত সকালে ভারী সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শেখ জিন্নার আলির বাড়িতে পৌছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র অফিসাররা। ক্ষেমতা গ্রামে থাকা জিন্নার আলির প্রাসাদোপম বাড়ি ঘিরে […] The post Burdwan | প্রতারণার অভিযোগে তৃণমূল ঘনিষ্ঠের বাড়িতে ইডির হানা, দিনভর তল্লাশি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 8:30 pm

উলটো রথেও দিঘায় থাকছে থাকছে এয়ার অ্যাম্বুল্যান্স, প্রস্তুতিতে কোনও ত্রুটি রাখছে না নবান্ন

৪ তারিখ দুপুর থেকেই এয়ার অ্যাম্বুলেন্সটিকে মোতায়েন রাখা হবে।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 8:28 pm

একমুঠো ভাতেই গাছ ভরে যাবে ফুলে, এই কৌশলে বাগান হবে আরও সুন্দর

বাজার চলতি নানা সার, চাপাতা, খোলপচা দিয়েও কাজে লাগছে না কিছু। আপনার একসময়ের সাজানো বাগান এখন শুধুই শুকনো গাছে ডেরা। গাছের যত্নে কি কোথাও ভুল হচ্ছে?

টিভি 9 বাংলা 2 Jul 2025 8:22 pm

বিচ্ছেদের পরও ঐশ্বর্য-সলমনের রোম্যান্স, গোপনে শুট করলেন পরিচালক, দেখেছেন আপনিও

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি ঘিরে প্রথম থেকেই দর্শক মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ততদিনে বলিউডে অন্যচর্চা তুঙ্গে। মন ভেঙেছে সলমনের। ঐশ্বর্য সলমনের পথ তখন প্রায় আলাদা।

টিভি 9 বাংলা 2 Jul 2025 8:21 pm

Birbhum News: দাম্পত্য অশান্তিতে থানার হস্তক্ষেপ, প্রৌঢ়কে খুনের অভিযোগে পুলিশের বিরুদ্ধেই

পুলিশ ও শ্যালকদের বিরুদ্ধে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে। এমনই অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের মল্লারপুরের মাঠমহুলা গ্রামের নাপিতপাড়ায়। মৃতের আত্মীয়দের দাবি, পুলিশ এবং মৃতের শ্যালকরা খুন করে ঝুলিয়ে দিয়েছে ওই ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম প্রশান্ত ভাণ্ডারী (৫৮)। বছর সাতেক আগে সাপের কামড়ে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। বছর সাতেক আগে নলহাটি থানার তেজহাটি গ্রামের পার্বতী দাসকে দ্বিতীয় বিয়ে করেন প্রশান্ত। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের কয়েক বছর পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই ছিল। গতকাল রাত থেকে সেই অশান্তি বেড়ে যায়। এরপরেই বুধবার বেলার দিকে পার্বতীর দুই ভাই একজন অসিত দাস সিভিক পুলিশ অন্যজন অসীম দাস কনস্টবল, তাঁরা মল্লারপুর থানার পুলিশ নিয়ে মাঠমহুলা গ্রামে যায়। অভিযোগ, মল্লারপুর থানার পুলিশ এবং মৃতের শ্যালকরা আত্মীয়দের মারধর করে ঘর থেকে বের করে দিয়ে প্রশান্তকে প্রচণ্ড মারধর করে গোয়াল ঘরে ঝুলিয়ে দেয়। ঘরের আলমারি খুলে সমস্ত সোনার গয়না, টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। এরপরেই পরিবারের লোকজন গিয়ে দেখে প্রশান্ত ভাণ্ডারী গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খবর লেখা পর্যন্ত মৃতদেহ বাড়ির বাইরে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসী এবং আত্মীয়রা। তাঁদের দাবি মল্লারপুর থানার পুলিশ এবং প্রশান্তর শ্যালকদের কঠোর শাস্তি দিতে হবে। আরও পড়ুন- jinnar ali:দেড় কোটি টাকা প্রতারণা! তৃণমূলের প্রভাবশালী নেতা, মন্ত্রীদের ঘনিষ্ঠ জিন্নার আলি আটক মৃত প্রশান্ত ভাণ্ডারীর ভাইপো অমিত ভাণ্ডারী বলেন, “মঙ্গলবার থেকে কাকা-কাকিমার মধ্যে অশান্তি চলছিল। মঙ্গলবার সকালে কাকিমার দাদা ও ভাই মল্লারপুর থানার পুলিশ নিয়ে বাড়িতে আসে। পুলিশ ও কাকার শ্যালকরা কাকাকে প্রচণ্ড মারধর করে। আমার বাবা মা ছাড়াতে গেলে পুলিশ তাদের গলাধাক্কা এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে ঘর থেকে বের করে দেয়। গ্রামবাসীদেরও গ্রেফতারের ভয় দেখিয়ে পুলিশ তাড়িয়ে দেয়। এরপর ঘরের ভিতর দরজা বন্ধ করে কাকাকে মারধর করে। পুলিশ চরম মেরেছে। সারা শরীরে মারধরের দাগ রয়েছে। পুলিশ চলে যাওয়ার পর আমরা কাকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই আমরা। আমরা পুলিশ ও কাকিমার দাদা-ভাইদের কঠোর শাস্তি চাই।” প্রশান্তর প্রথম পক্ষের ছেলে রজত ভাণ্ডারী বলেন, “বাবা-মায়ের মধ্যে অশান্তি চলছিল। এরপর মা তাদের ভাইদের ডেকে পাঠায়। তাঁরা মল্লারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িতে এসে বাবাকে মারধর করে। গ্রামের মানুষদের পুলিশ তাড়িয়ে দিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বাবাকে মারে। বাবার মৃত্যুর জন্য পুলিশ এবং দ্বিতীয় পক্ষের মায়ের দাদা-ভাইরা দায়ী। অবিলম্বে ওদের শাস্তি চাই।” আরও পড়ুন- Abhijit Sarkar murder:BJP কর্মী অভিজিৎ খুনে নয়া মোড়! CBI চার্জশিটে দাপুটে তৃণমূল বিধায়কের নাম, সঙ্গে দুই কাউন্সিলরেরও মৃত প্রশান্তর বোন বাসন্তী প্রামাণিক বলেন, “এই নিয়ে তিনবার থানা-পুলিশ হল। পুলিশ ধরে নিয়ে যেত আর আমার দাদা ছাড়িয়ে নিয়ে আসত। কিন্তু এবার তারা ঘরের মধ্যে ভাইকে মেরে ঝুলিয়ে দিয়েছে। বাড়িতে থাকা সমস্ত সোনার গয়না, টাকা পয়সা নিয়ে পালিয়েছে। আমরা মল্লারপুর থানার পুলিশ এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীর দাদা ভাইদের শাস্তি চাই।” এই বিষয়ে জেলা পুলিশ সুপার আমনদীপকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। মেসেজেরও উত্তর দেননি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 2 Jul 2025 8:19 pm

Lose 5 kg in 2 weeks: ২ সপ্তাহে কমাতে চান ৫ কেজি ওজন? বিনা ব্যায়ামে দুর্দান্ত টিপস চিকিৎসকের

Weight Loss Plan: আজকের ব্যস্ত জীবনে ওজন বেড়ে যাওয়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে এই সমস্যা থেকে মুক্তির একটি সহজ ও কার্যকর উপায় জানিয়েছেন ডা. ভেনি, যিনি স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক একজন বিশেষজ্ঞ। তিনি বলেন, 'আপনি যদি খাদ্যতালিকা থেকে শুধু চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেট বাদ দেন, তাহলে মাত্র ১৪ দিনে ৫ কেজি ওজন কমানো সম্ভব।' ওজন বাড়ার মূল কারণ কী? ওজন বাড়ার মূল কারণ হল অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার, মানসিক চাপ, পরিশ্রমের অভাব এবং পর্যাপ্ত ঘুম না হওয়া। আরও পড়ুন- ৪ টেবিল চামচ হলুদের গুণ, আপনার পুরনো শার্টও হয়ে উঠবে নতুনের মত চকচকে! ১৪ দিনের চ্যালেঞ্জের উপকারিতা ১. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি: চিনি কমানোর ফলে ব্রণ, র‍্যাশ এবং ত্বকের ফোলাভাব হ্রাস পায়। ত্বক পরিষ্কার ও প্রাণবন্ত দেখায়। ২. কোমরের চর্বি কমে যায়: পরিশোধিত কার্বোহাইড্রেট বন্ধ করলেই কোমরের মেদ দ্রুত গলতে শুরু করে। ৩. মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হয়: স্মৃতিশক্তি বাড়ে, মনোসংযোগ বাড়ে এবং মেজাজও স্থিতিশীল থাকে। ৪. প্রদাহ ও ফ্যাটি লিভার হ্রাস পায়: চিনিযুক্ত খাবার দেহে প্রদাহ বাড়ায়। এটি কমলে কিডনি ও লিভারের কার্যক্ষমতা উন্নত হয়। ৫. হার্ট ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়: রক্তনালীগুলির স্বাস্থ্য উন্নত হয় এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে। ৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে: অতিরিক্ত চিনির কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়। চিনি বাদ দিলে শরীরের ইমিউন সিস্টেম অনেক শক্তিশালী হয়। আরও পড়ুন- অল্প বয়সেই চুল পাকছে? চিকিৎসকের ঘরোয়া হেয়ার ডাইয়ের টিপসই ফেরাবে চুলের কালো রং কী খাবেন, কী খাবেন না? যা খাওয়া উচিত: সকালে: গরম জল এবং দুধ ছাড়া কালো কফি বা চা দুপুরে: শাকসবজি, ভাজা সবজি, সালাড (অলিভ অয়েল বা নারকেল তেলে) সন্ধ্যায়: লেবু চা, গ্রিন টি বা ব্ল্যাক কফি রাতে: সেদ্ধ ডিম অথবা পনির এবং সবজি মিশিয়ে আরও পড়ুন- নোংরা চিরুনি ঝটপট পরিষ্কারের টিপস! জলের দরকার নেই, এই ঘরোয়া টিপসেই চিরুনি করবে ঝকমক যা একেবারেই খাবেন না: সাদা চিনি, গুড়, বাদামি চিনি বেকারি, সফট ড্রিংকস, আইসক্রিম ভাত, পাউরুটি, দোসা, ইডলি চকোলেট, মিষ্টি, ফাস্টফুড আরও পড়ুন- বর্ষায় চুল পড়া বেড়েছে? মহিলাদের জন্য এই ঘরোয়া টিপসে চুল পড়া আটকান সহজেই চ্যালেঞ্জটি কাদের জন্য উপযুক্ত? যাঁরা ব্যায়াম ছাড়াও ওজন কমাতে চান ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ অথবা ফ্যাটি লিভারের রোগীরা কম সময়ে স্বাস্থ্যকর জীবন শুরু করতে চান জীবনযাত্রায় আরও কী পরিবর্তন আনা দরকার? রাতে পর্যাপ্ত ঘুম (৭-৮ ঘণ্টা) প্রতিদিন ২০-৩০ মিনিট হালকা হাঁটা পর্যাপ্ত জলপান ধ্যান ও স্ট্রেস ম্যানেজমেন্টের জোর এই ১৪ দিনের চ্যালেঞ্জে চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট একেবারে বন্ধ করলেই আপনি নিজে পরিবর্তন টের পাবেন। শুধু ওজন কমবে না, আপনার ত্বক, মন এবং শরীর—সব দিক থেকেই সুস্থ থাকবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 2 Jul 2025 8:18 pm

৭ দিনের বিরতির পর কীসের বিশ্রাম? বুমরাহকে বসানো নিয়ে গিল-গম্ভীরকে তোপ শাস্ত্রীর

বিশ্রাম নেওয়ার ব্যাপারটা ক্রিকেটারদের হাতে ছাড়াই উচিত নয়, মনে করছেন শাস্ত্রী।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 8:09 pm

Samik Bhattacharya |বিজেপিতে পালাবদল! সুকান্তর জায়গায় রাজ্য সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য বিজেপিতে পালাবদল। সুকান্ত মজুমদারের জায়গায় রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হচ্ছেন দলের প্রধান মুখপাত্র তথা রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বুধবার সন্ধ্যায় বিজেপির তরফে প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘রাজ্য সভাপতির পদে একটি মাত্র পদ্ধতিগত ভাবে সঠিক মনোনয়ন জমা হয়েছে। তা গৃহীত হয়েছে।’ অর্থাৎ […] The post Samik Bhattacharya | বিজেপিতে পালাবদল! সুকান্তর জায়গায় রাজ্য সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 8:09 pm

Bank App Relaunch: হঠাৎই বন্ধ হয়ে গিয়েছে Application, আতান্তরে পড়েছেন এই Bank-এর গ্রাহকরা! এখনই চেক করুন আপনার ফোনে

Banking Application: কিন্তু কীভাবে কাজ করবে নতুন এই অ্যাপ? ব্যাঙ্কের এমডি ও সিইও বলছেন, আমরা বিভিন্ন কাস্টমারের ভিন্ন ধরণের চাহিদা লক্ষ্য করেছি ও সেই চাহিদা পূরণ করার উদ্দেশ্যে আমরা কাজ করছি।

টিভি 9 বাংলা 2 Jul 2025 8:07 pm

কোটি কোটি টাকা ব্যয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর ‘মায়ামহল’! আপের খোঁচা বিজেপিকে

পালটা জবাবে কী বলল গেরুয়া শিবির?

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 8:04 pm

পহেলগাঁও কাণ্ডের পরেই ‘ব্লক’, নিষেধাজ্ঞা উঠছে পাক ইউটিউব ও ইনস্টাগ্রাম থেকে

স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শেই পাকিস্তানি ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা উঠছে!

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 8:01 pm

jinnar ali:দেড় কোটি টাকা প্রতারণা! তৃণমূলের প্রভাবশালী নেতা, মন্ত্রীদের ঘনিষ্ঠ জিন্নার আলি আটক

ED অফিসার সেজে দেড় কোটি টাকার প্রতারণা! সেই অভিযোগে তৃণমূলের প্রভাবশালী নেতা, মন্ত্রী, বিধায়কদের ঘনিষ্ঠ পূর্ব বর্ধমানের রায়নার ক্ষেমতা গ্রামের বাসিন্দা জিন্নার আলিকে আটক করেছে ইডি। বুধবার সকালে জিন্নার আলির রায়নার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শেখ জিন্নার আলির বাড়িতে গিয়েছিলেন ইডির অফিসাররা। প্রাসাদোপম সেই বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির ভিতরে ঢুকেই তল্লাশি শুরু করে দেন ইডি-র অফিসাররা। কলকাতা সহ রাজ্যের আরও একাধিক জায়গায় থাকা জিন্নার আলির আরও পাঁচটি বাড়িতেও এদিন ইডির অফিসাররা হানা দিয়েছিলেন। জিন্নার আলির ব্যবহার করা দামি একটি চার চাকা গাড়ি এদিন বিকেলে ক্ষেমতা গ্রামের বাড়ি থেকে ইডি বাজেয়াপ্ত করে কলকাতায় নিয়ে যায়। প্রায় একই সময়ে ইডির অন্য একটি দল জিন্নার আলিকে তাঁর কলকাতার নিউটাউনের বাড়ি থেকে আটক করে। এদিকে তৃণমূলের প্রভাবশালী নেতা ,মন্ত্রী ও বিধায়কদের ঘনিষ্ঠ জিন্নার আলিকে ইডি আটক করার খবর চাউর হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কড়া ভাষায় তৃণমূলকে বেঁধা শুরু করে দেয় BJP। বিজেপি নেতারা তৃণমূলের প্রভাবশালী নেতা ,মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে অভিযুক্ত জিন্নার আলির ঘনিষ্ঠতার ছবি সামনে এনে কড়া ভাষায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানানো শুরু করে দিয়েছে। জেলা বিজেপির সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “জিন্নার আলির মতো ব্যক্তিরা তৃণমূলের সম্পদ। ভোট এলে জিন্নার আলির মতো ব্যক্তিরা তৃণমূলকে ফাণ্ডিং করে। তাই তৃণমূলের বিধায়ক ও মন্ত্রীদের সহায়তায় রাজ্য বিধানসভা থেকে শুরু করে আরও অনেক গুরুত্বপূর্ণ জায়গায় জিন্নার আলি পৌংছে যেতে পেরেছে। যদিও বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের আনা এই অভিযোগ মানতে চাননি তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র প্রসেনজিৎ দাস। তাঁর বক্তব্য, বিধায়ক ও নেতা-মন্ত্রীদের সঙ্গে অনেকেই ছবি তোলে। তার মানে এটা নয়, ছবি তোলা ওই ব্যক্তির করা কোন অপকর্মের সঙ্গে তৃণমূলের নেতা,মন্ত্রীরাও যুক্ত। আরও পড়ুন- Abhijit Sarkar murder:BJP কর্মী অভিজিৎ খুনে নয়া মোড়! CBI চার্জশিটে দাপুটে তৃণমূল বিধায়কের নাম, সঙ্গে দুই কাউন্সিলরেরও ইডি সূত্রে জানা গিয়েছে, জিন্নার আলি নিজেকে 'ন্যাশনাল অ্যান্টি ট্র্যাফিকিং কমিটি'র চেয়ারম্যান বলে দাবি করতেন। যদিও সেটা আসলে একটি NGO। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, শেখ জিন্নার আলির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এক বালি কারবারি। নিজেকে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসার পরিচয় দিয়ে জিন্নার আলি ওই বালি ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা আদায় করেছেন বলে অভিযোগ। অভিযোগকারী ওই বালি ব্যবসায়ীর দাবি, তাঁকে একাধিকবার হুমকি দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছিলেন জিন্নার। এই অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে ইডি। অভিযোগের ভিত্তিতে দিল্লি থেকে অর্থ মন্ত্রকের একটি বিশেষ তদন্তকারী দল এদিন শেখ জিন্নার আলির রায়নার ক্ষেমতা গ্রামের বাড়ি সহ রাজ্যের আরও পাঁচ জায়গায় থাকা জিন্নারের বাড়িতে হানা দেয়। তদন্তকারী ইডি অফিসাররা বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ক্ষেমতা গ্রামের বাড়িতে টানা তল্লাশি চালিয়ে নানা নথিপত্র সংগ্রহ করার পাশাপাশি দামি একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করে। আরও পড়ুন- weekend trip: বর্ষায় কলকাতার কাছের এই সমুদ্র পাড়ের অনিন্দ্যসুন্দর রূপ লজ্জায় ফেলে সুন্দরী রমণীদেরও রায়নার বাসিন্দাদের কথায় জানা গিয়েছে, মাত্র আড়াই বিঘা জমি আর কুঁড়ে ঘর ছিল জিন্নার আলির সম্পদ। কিন্তু শাসকদলের নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে জিন্নার আলি কয়েক বছরে রাতারাতি কোটিপতি বনে যায়। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, তৃণমূল নেতা কাজল শেখ সহ একাধিক নেতার সঙ্গে জিন্নার আলির ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। রায়নার ক্ষেমতা গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া, বিষ্ণুপুর, সল্টলেক, নিউটাউন, রাজারহাট প্রভৃতি জায়গায় জিন্নার আলি যে সব বাড়ি করেছেন তার আর্থিক উৎস এখন ইডি খুঁজছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 2 Jul 2025 7:59 pm

Patiram |তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল! বোল্লা স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে শাসকের দলীয় কোন্দল   

পতিরাম: বোল্লা অঞ্চলে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচনে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। গ্রামীণ মহিলা উন্নয়ণ সংঘের বহুমুখি সমবায় সমিতিতে নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূলই। নির্বাচন হয় ১৯টি পদে। এই নির্বাচনে তৃণমূলের প্রধান গোষ্ঠীর প্রার্থী তথা অঞ্চল চেয়ারম্যানের স্ত্রী মমতা পাল জয়ী হলেও, পরাজিত হয়েছেন তৃণমূলের বিরোধী গোষ্ঠীর প্রার্থী সঙ্গীতা রায়। মূলত স্বনির্ভর গোষ্ঠীর কমিটি নির্বাচন […] The post Patiram | তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল! বোল্লা স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে শাসকের দলীয় কোন্দল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 7:53 pm

Indian Womens Football Team: ইরাকের বিরুদ্ধে যুদ্ধজয় ভারতের, বাংলাদেশ বুঝিয়ে দিল 'খেলা হবে'

Indian Women Football Team : মহিলাদের এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জনকারী পর্বে অপরাজেয় গতিতে এগোচ্ছে ভারতীয় ফুটবল দল। বুধবার (২ জুলাই) ভারতের মহিলা ফুটবল দল ইরাকের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৫-০ গোলে জয়লাভ করেছে। সেইসঙ্গে গ্রুপ বি'তে টিম ইন্ডিয়া নিজের শীর্ষস্থানটা ধরে রাখল। এই ম্য়াচটি শিয়ান মেই প্রদেশের ৭০০তম অ্যানিভার্সারি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। অন্যদিকে, এই হারের পাশাপাশি মঙ্গোলিয়া এবং টিমর-লেসতের পাশে গিয়ে দাঁড়াল ইরাক। কারণ, গ্রুপ বি থেকে একমাত্র শীর্ষস্থানে থাকা দলই কন্টিনেন্টাল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। আর শীর্ষস্থানে আপাতত রয়েছে ভারত। সুতরাং, বাকি দলগুলোকে এবার বিদায় নিতে হবে। যদিও পরবর্তী রাউন্ডের টিকিট এখনও নিশ্চিত করতে পারেনি ভারত। India vs Mongolia: মঙ্গোলিয়াকে নিয়ে 'মেয়েখেলা', ১৩-০ গোলে জিতল ভারতের বাঘিনীরা ইরাকের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে গোল করলেন সঙ্গীতা বাসফোরে, মণীশা কল্যাণ, কার্তিকা অঙ্গামুথু, নির্মলা দেবী এবং রতনবালা দেবী। আপাতত তিন ম্য়াচ থেকে টিম ইন্ডিয়া ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। Indian Football Team: 'এবার বিশ্বকাপ খেলব...', দাবি ভারতের তারকা ফুটবলারের যোগ্যতা অর্জনকারী পর্বের শেষ ম্য়াচে ভারতীয় ফুটবল দলকে থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। এই ম্য়াচটি টিম ইন্ডিয়ার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ম্য়াচের পরই গ্রুপজয়ী দল নির্ধারিত হবে। , ! The #BlueTigresses roar loud! #INDIRQ #WAC2026 #BlueTigresses #IndianFootball ⚽ pic.twitter.com/UhCaFAWYyc — Indian Football Team (@IndianFootball) July 2, 2025 জিতল বাংলাদেশ ফুটবল দলও ভারতের পাশাপাশি এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে জয়লাভ করেছে বাংলাদেশ মহিলা ফুটবল দলও। তারা ফিফা ব়্যাঙ্কিংয়ে অনেকটাই উপরের দিকে থাকা মায়ানমারকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। বুধবার (২ জুলাই) এই ম্য়াচটি ইয়াংগনের থুউন্না স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। ফিফা ব়্যাঙ্কিংয়ে বাংলাদেশের মহিলা ফুটবল দল আপাতত ১২৮ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। সেই জায়গায় মায়ানমার রয়েছে ৫৫ নম্বরে। Ritu Porna Chakma delivers a stunning strike, putting Bangladesh in the lead against Myanmar! ⚽️ pic.twitter.com/7ikUEdPO1d — Bangladesh Football Live (@bdfootball_live) July 2, 2025 আয়োজক দেশ মায়ানমায়ারের হয়ে একেবারে শেষবেলায় গোল করেছিলেন উইন উইন। কিন্তু, ম্য়াচ জেতাতে পারেননি তিনি। এই ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। এই টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ সি থেকে শীর্ষস্থান দখল করেছে। ২ ম্য়াচ থেকে তারা মোট ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। Bhaichung Bhutia on Indian Football: ভারতীয় ফুটবলকে সার্কাসে পরিণত করেছেন কল্যাণ, বিস্ফোরক তোপ বাইচুং ভুটিয়ার ইতিপূর্বে, বাংলাদেশের মহিলা ফুটবল দল বাহরিনকে ৭-০ গোলে পরাস্ত করেছিল। সেই ম্যাচে বাংলার বাঘিনীদের হয়ে গোল করেন শামসুন্নাহার জে, ঋতুপর্ণা চাকমা, কোথাকি কিস্কু, তোহুরা খাতুন, মুনকি আখতার। এছাড়া বাহরিনের রোয়ান আলালি একটি আত্মঘাতী গোল করার সুবাদে বাংলাদেশ তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করেছিল। Manolo Marquez Resigns: সুনীল-সন্দেশদের ডুবিয়ে পালালেন মানোলো, ব্লু-টাইগারদের নতুন কোচ এবার কে? বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। যে দল আগামী ম্য়াচে জয়লাভ করবে, তারা পরের বছর অস্ট্রেলিয়ায় এএফসি এশিয়ান কাপ খেলতে যাবে। প্রসঙ্গত বাংলাদেশ এখনও পর্যন্ত একবারও এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে পারেনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 2 Jul 2025 7:53 pm

Toy Train |ফের লাইনচ্যুত টয়ট্রেন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সুকনা ও রংটংয়ের পথে লাইনচ্যুত হয়ে পড়ল টয়ট্রেন। মোড় ঘুরতে গিয়ে টয়ট্রেনের একটি কামরার চাকা লাইন থেকে পড়ে যায়। ট্রেনে সেই সময় ৩৫ জন যাত্রী ছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশী পর্যটকও ছিলেন বলে জানা গেছে। ট্রেনটি আচমকা থেমে যেতেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় সঙ্গে সঙ্গেই শিলিগুড়ি জংশন থেকে […] The post Toy Train | ফের লাইনচ্যুত টয়ট্রেন appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 7:49 pm

Tollywood Actress: 'ওর সব মেয়েকেই ভাল লাগে..', ফ্রড শশুরবাড়ির খপ্পরে অভিনেত্রী, 'চরিত্রহীন' স্বামীকে নিয়ে ১৫ বছর পর বিস্ফোরক স্বর্নকমল...

নারী দেখলেই ভাল লাগে? এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে ১৫ বছর পার করেছেন বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বর্নকমল দত্ত। একসময় তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে পরপর ছবি রিলিজ করত। এখন, টেলিভিশনেও দারুণ জনপ্রিয় তিনি। একের পর এক ধারাবাহিকে কাজ করছেন লাগাতার। কিন্তু, তাঁর ব্যক্তিগত জীবনটা যে এত সাংঘাতিক যন্ত্রণার। অভিনেত্রী নিজেই জানালেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে। ১৫ বছর ধরে বিবাহিত জীবনের দুর্বিষহ অবস্থা সহ্য করছেন তিনি। অভিনেত্রী বর্তমানে চিরসখা ধারাবাহিকে অভিনয় করছেন। তাঁর স্বামীর তরফে যে ধরনের অত্যাচার সহ্য করেছেন তিনি। তার স্বামীর বিবরণ দিতে গিয়ে গলা কেঁপে উঠলো তার। অভিনেত্রীকে বলতে শোনা গেল, এমন মানুষ তার জীবনে খুব কম দেখেছেন। ২২-২৩ বছর বয়সে বিয়ে করেছিলেন। ছোট বয়সের ভুলই তাকে এত বছর ধরে বয়ে বেড়াতে হয়েছে। তার স্বামীর মহিলা দেখলেই নাকি ভালো লাগে। যার তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান। অভিনেত্রী সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এই নিয়ে কথা বললে তিনি সোজাসাপটা জানান, ওর বাবা মা ওকে খুব সাপোর্ট করে। ওরাই তাকে বলে যে এই মেয়ের সঙ্গে থাক। আমি ১৫টা বছর ধরে যা সহ্য করেছি। শুধু কি গায়ে হাত তুলে সেটা অত্যাচার? শ্বশুরবাড়ির তরফে, তার শাশুড়ি শ্বশুর এবং তার স্বামী এরা যেভাবে অকথ্য গালিগালাজ তাঁকে করতেন, সেসব তাঁর মনে ভয়ঙ্কর প্রভাব ফেলে গিয়েছে। Mahanayak Uttam Kumar: 'আমাকে বাঁচান...', মহানায়ক সেদিন ছুটে গিয়েছ… অভিনেত্রী বলেন, আমার মেয়ে যখন পাঁচ মাসের তখন ও আমাকে বাড়ি থেকে একবার বের করে দিয়েছিল। আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। সেই বাড়ির কেয়ারটেকাররা আমাকে বসিয়ে সান্তনা দিয়েছিল। আমি এর আগেও সংসার ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম। এর মতো আমিও ভেবেছিলাম যে যদি সংসারটাকে কোনভাবে বাঁচানো যায়। আসলে আমার প্রাক্তন স্বামী, সে কোনই কাজ করত না। আমার বাবা একটি ডিপার্টমেন্টাল স্টোর বানিয়ে দিয়েছিল। সেইখানে একজন মহিলা এমপ্লয়ী ছিল, তার সাথেও সম্পর্কে জড়িয়ে পড়েছিল ও। বর্তমানে যে কার সঙ্গে থাকে আমি জানিনা। আইনত বিচ্ছেদ এখনো আমার হয়নি। আমার উকিল বলেছেন তিনি ব্যাপারটাকে বুঝে নেবেন। তবে একটা কথা বলতেই হয়... এবারও আমি চেষ্টা করেছিলাম। ওই লোকটার জন্মদিনে তাকে ডেকে এনে কেক কাটানো থেকে শুরু করে সবকিছু করেছিলাম। কিন্তু তারপরও আমাকে বাক বিতন্ডার মধ্যেখানে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল। অভিনেত্রী সন্তান এখন অনেকটাই বড়। মেয়ে যেহেতু বুঝতে শিখেছে তাই মায়ের সঙ্গে হওয়া দিনের পর দিন অত্যাচার আর মেনে নিতে পারিনি। ছোট থেকে চোখের সামনে মেয়েকে অকথ্য গালিগালাজ এবং নানান ধরনের কুৎসার শিকার হতে দেখেছে সে। তাই সে যখন, শেষবার তার বাবাকে মায়ের সঙ্গে এহেন আচরণ করতে দেখে, তখন যেন আর সামলাতে পারেনি নিজেকে। বরং মাকে সেদিন সে হুশিয়ারি দিয়ে দিয়েছিল, এই লোকটা যদি এরপর থেকেই বাড়িতে আসে তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। অভিনেত্রী বলেন, আমি কিন্তু সেই লোকটাকে ছেড়ে কোথাও চলে যাইনি। বরং সেই ছয় সাত মাস আগে আমাকে ছেড়ে চলে গিয়েছে। এবং তাতে আমি ভীষণ খুশি। তিনি আরো বললেন, আমি যখনই ওকে বোঝাতে যেতাম যে আমাদের সম্পর্কটা ঠিক করা উচিত কিংবা এরকম সে যে অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে, এগুলো বন্ধ করা উচিত তখন ও আমাকে মারতো। আর তখন আশেপাশের ফ্ল্যাটের কাকিমারা সকলে আমাকে বাঁচাতে আসতেন। লোকটা আমার জীবন থেকে চলে যাওয়া, চারপাশের মানুষগুলো খুব খুশি হয়েছেন। আমার বাবা-মা ও বেশ খুশি। আসলে ছোট বয়সের ভুল তো। আমি পরবর্তীকালে জানতে পেরেছিলাম আস্তে আস্তে, পুরো পরিবারটাই ফ্রড এবং চিটিংবাজ। ওদের বাড়ির কোন নির্দিষ্ট ঠিকানা ছিল না। আজ এই বাড়িতে ভাড়া থাকত কাল ওই বাড়িতে ভাড়া থাকত। মাঝে মাঝে আমি দেখতাম, অনেকে আমার শ্বশুর মশাইকে খুঁজতেন মারবেন বলে। এতগুলো বছর কি করে এই ধরনের অত্যাচার সহ্য করে কাটালেন তিনি? আগেই কেন সংসার ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন না? অভিনেত্রীর কথায়, আমি আমার মেয়েটা যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে সেই কারণেই চেষ্টা করেছিলাম সংসারটা বাঁচানোর। আমার বাবা, ১ কোটি টাকা খরচা করেছে আবার বেকার স্বামীর জন্য। কিন্তু ওই যে বলে না পয়সা আর যাই করুক শান্তি কিনতে পারেনা। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। এমনকি, আমার মেয়েকে এখনো মোবাইলে নানান ভাবে উত্তপ্ত করা হয়। ওকে বলা হয় যে, আমরা নাকি ওকে ওর বাবার সঙ্গে থাকতে দিচ্ছি না। কিন্তু, এখন আগের থেকে অনেকটাই মানসিকভাবে সুস্থ তিনি। ভাল আছেন। অভিনেত্রী বললেন, আমি কোনোদিন কাউকে বুঝতে দি নি, যে আমার সঙ্গে এসব হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 2 Jul 2025 7:47 pm

অটোর আদলে তৈরি ব্যাগের দাম ৩৫ লক্ষ! ‘চড়াও যাবে?’কটাক্ষ করে প্রশ্ন নেটিজেনদের

সোশাল মিডিয়ায় হু হু করে ভাইরাল এই ব্যাগ।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 7:45 pm

ভারতে ফের চালু পাক শিল্পীদের সোশাল অ্যাকাউন্ট! মোদির কাছে নিষেধাজ্ঞার আর্জি সিনে সংগঠনের

ভারত-পাক সংঘাতের আবহে দানা বাঁধছে নতুন বিতর্ক।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 7:44 pm

ফের মাঝআকাশে বিপত্তি! জানলার ফ্রেম খুলে গেল স্পাইসজেটের বিমানের, তারপর…

যাত্রী নিরাপত্তা নিয়ে বিমানসংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন যাত্রীরা।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 7:44 pm

বর্ষা ও থ্রিলারের যুগলবন্দি! কলকাতায় এই প্রথম থিম বইমেলা

'দীপ প্রকাশন' এবং 'সংবাদ প্রতিদিন'-এর যৌথ উদ্যোগে 'বর্ষার বই-তরণী'।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 7:35 pm

GST: লাফিয়ে বাড়ছে জিএসটি সংগ্রহ, কী বলছে তথ্য?

GST: গত বছরের জুনের চেয়ে এ বছর জুনে জিএসটি সংগ্রহ বাড়লে গত ২ মাসের চেয়ে তা কম। গত এপ্রিল মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছিল ২.৩৭ লক্ষ কোটি টাকা। আর মে মাসে তা ছিল ২.০১ লক্ষ কোটি টাকা।

টিভি 9 বাংলা 2 Jul 2025 7:30 pm

পাকাপাকি মুম্বই চলে যাচ্ছেন দেব-রুক্মিণী! চলছে ফ্ল্যাট কেনার পরিকল্পনাও, বলিউডে ডাক পেলেন?

জিৎ-প্রসেনজিতের পর দেবও বলিউডে ডাক পেলেন?

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 7:25 pm

অপারেশন সিঁদুরের পর শক্তি বাড়ল সেনার, চলতি মাসেই আরও ‘উড়ন্ত ট্যাঙ্ক’অ্যাপাচে পাচ্ছে ভারত

পাক সীমান্তে মোতায়েন করা হবে নতুন অ্যাপাচেগুলি।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 7:17 pm

CBI, supplementary chargesheet |বিজেপি কর্মী খুনে CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম তৃণমূল বিধায়কের, রাজনৈতিক ষড়যন্ত্র দাবি পরেশের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২১-র ভোট-পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। বুধবার এই মামলায় হাইকোর্টে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ মোট ১৮ জনের। চার্জশিট জমা পড়তেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া রাজনৈতিক হিংসায় […] The post CBI, supplementary chargesheet | বিজেপি কর্মী খুনে CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম তৃণমূল বিধায়কের, রাজনৈতিক ষড়যন্ত্র দাবি পরেশের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 7:15 pm

East Bengal Transfer Update: ইস্টবেঙ্গলকে আর রুখবে কে! লাল-হলুদের পথে ৩ বারের ISL জয়ী তারকা ফুটবলার

East Bengal FC Transfer News: দলবদলের বাজারে আবার বিরাট চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। আইএসএল জয়ী ক্লাবের ঘর ভেঙে বাঘা ফুটবলার তুলে নিতে ঝাঁপিয়েছে লাল-হলুদ শিবির। এই খবরে খুশির ঢেউ মশালবাহিনীর সমর্থকদের মধ্যে। আসন্ন আইএসএল (ISL 2025-26) মরশুমের জন্য সেরার সেরা দলগঠনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন ইস্টবেঙ্গল কর্তারা (East Bengal FC)। আর সেই লক্ষ্যেই এমন একজন দুর্ধর্ষ ফুটবলারকে টার্গেট করেছেন তাঁরা যাঁকে নিয়ে উৎসাহের শেষ নেই অন্য ক্লাবগুলির মধ্যে। তবে যা খবর, সবার মুখের গ্রাস কেড়ে নিয়ে ওই তারকা ফুটবলারকে সই করাতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। জানা যাচ্ছে, মিজোরামের এক দুর্ধর্ষ ডিফেন্ডারকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল (East Bengal Transfer Update)। এই ডিফেন্ডার এখন খেলেন মুম্বাই সিটি এফসি-র হয়ে। ২৫ বছরের এই ফুটবলারের নাম হামিংথানমাওয়াইয়া রালতে ভালপুইয়া (Valpuia)। এই ডিফেন্ডারকে নিতে ঝাঁপিয়েছে লাল-হলুদ শিবির। কথাবার্তা শুরু হয়েছে তাঁর সঙ্গে। আরও পড়ুন 'চিরশত্রু' মোহনবাগানের জন্য পিছোল ইস্টবেঙ্গলের ম্যাচ! বেজায় ক্ষুব্ধ লাল-হলুদ সমর্থকরা ভারতীয় ফুটবল দলেও খেলেন ভালপুইয়া। নীল জার্সিতে খেলেছেন ২টি ম্যাচ। ২০২১ সালে মুম্বাই সিটি এফস-র (Mumbai City FC) হয়ে জিতেছেন আইএসএল লিগ শিল্ড এবং কাপ। ২০২৪ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে লিগ কাপ জেতে মুম্বাই। সেই দলের অন্যতম তারকা ছিলেন ভালপুইয়া। প্রসঙ্গত, গত মরশুমে নড়বড়ে ডিফেন্সের জন্য প্রচুর ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। অনেক ম্যাচ হাতছাড়া হয় শেষ মুহূর্তে গোল হজম করার জন্য। হিজাজি মাহের, হেক্টর ইউস্তে, আনোয়ার আলি, চুমনুঙ্গারা একের পর এক ম্যাচ ডুবিয়েছেন খারাপ ডিফেন্সের জন্য। তাই এই মরশুমে রক্ষণভাগ ঢেলে সাজাতে চাইছেন কোচ অস্কার ব্রুজ়ো এবং হেড অফ ফুটবল থাংবোই সিংটো। বেশ কয়েকজন ভারতীয় এবং বিদেশি ডিফেন্ডারকে নেওয়ার জন্য আগ্রহী লাল-হলুদ। সেক্ষেত্রে ভালপুইয়া ভাল বিকল্প হতে পারেন ডিফেন্সে। আরও পড়ুন বাঘের মতো ফিরবে ইস্টবেঙ্গল, মরোক্কান 'গোলমেশিন' আসছে লাল-হলুদে এই মুহূর্তে ভালপুইয়ার মার্কেট ভ্যালু ১.৮ কোটি টাকা। সেদিক থেকে দেখতে গেলে শক্তিশালী দল গঠনের জন্য কোনও কার্পণ্য করছেন না ইস্টবেঙ্গল কর্তারা। ইতিমধ্যেই কোটি কোটি টাকা খরচ করে দুই বিদেশি মিগুয়েল এবং মহম্মদ রশিদক সই করিয়েছে ইস্টবেঙ্গল। আরও এক বিদেশি হামিদের সঙ্গে কথা পাকা হয়ে গিয়েছে। জয় গুপ্তাকেও সই করানো বাকি রয়েছে। এই অবস্থায় ভালপুইয়া দলে চলে এলে এই মরশুমে ইস্টবেঙ্গলকে রোখা সত্যিই অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন লাল-হলুদ সমর্থকরা। আরও পড়ুন মোহনবাগানের মুখের গ্রাস কাড়ল ইস্টবেঙ্গল, মেসির দেশের ফুটবলার এবার লাল-হলুদে

ইন্ডিয়ান এক্সপ্রেস 2 Jul 2025 7:12 pm

Suvendu Adhikari |২১ জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক শুভেন্দুর, ৯ অগাস্ট অভয়া স্মরণে বড় কর্মসূচি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের দিন উত্তরকন্যা অভিযানের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)। একই সঙ্গে ৯ অগাস্ট নবান্ন অভিযানের ঘোষণাও করেছেন তিনি। কসবা গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে এদিন যুব মোর্চার কর্মসূচিতে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘২১ জুলাই উত্তরবঙ্গে প্রশাসনিক সদর দফতর, উত্তরকন্যার উদ্দেশ্যে অভিযান চালাবে বিজেপি যুব মোর্চা। পাশাপাশি, ৯ অগাস্ট […] The post Suvendu Adhikari | ২১ জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক শুভেন্দুর, ৯ অগাস্ট অভয়া স্মরণে বড় কর্মসূচি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 7:09 pm

Alipurduar |হাসপাতালে বাড়ছে পকেটমারের ভয়

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রোগী দেখানোর কথা ভাবছেন? ভিড় ঠেলে লাইনে দাঁড়াবেন? ডাক্তার দেখাতে এলে সাবধান হয়ে আসাই ভালো। কারণ, একটু অসাবধান হলেই হতে পারে বিপদ। ব্যাগ থেকে গায়েব হয়ে যেতে পারে টাকা সহ গুরুত্বপূর্ণ সামগ্রী। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সম্প্রতি পকেটমারদের দৌরাত্ম্য বেড়েছে। সম্প্রতি বেশ কয়েকজনের ব্যাগ থেকে টাকা চুরি গিয়েছে। মঙ্গলবারও হাসপাতালে আসা রোগী […] The post Alipurduar | হাসপাতালে বাড়ছে পকেটমারের ভয় appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 7:06 pm

Alipurduar |মিড-ডে মিল খাওয়ার জায়গা নেই বারান্দায় কুকুর, প্রশ্নের মুখে স্বাস্থ্য সুরক্ষা

আলিপুরদুয়ার: মিড-ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের পুষ্টি নিশ্চিত করা। কিন্তু আলিপুরদুয়ার শহরের বহু প্রাথমিক বিদ্যালয়ে সেই খাবার খাওয়ার পরিবেশই নেই। অধিকাংশ স্কুলেই নেই কোনও নির্দিষ্ট ডাইনিং হল বা বসার ব্যবস্থা। ফলে কোথাও ছাত্রছাত্রীরা ক্লাসরুমের বেঞ্চেই বসে খায়, কোথাও আবার স্কুলের বারান্দায় ম্যাট পেতে বসে খেতে হয়। এর ফলস্বরূপ স্বাস্থ্য ও সুরক্ষা প্রশ্নের মুখে। সাধারণত […] The post Alipurduar | মিড-ডে মিল খাওয়ার জায়গা নেই বারান্দায় কুকুর, প্রশ্নের মুখে স্বাস্থ্য সুরক্ষা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 7:01 pm

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার শেষ মুহূর্তের পুনর্গঠন! কোন সূত্র পেলেন তদন্তকারীরা?

শুরু হয়েছে ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 6:59 pm

Falakata |ব্রাউন সুগারে আসক্ত ‘আর্লি ইয়াং গ্রুপ’, টাকা জোগাড় করতে চুরি

ফালাকাটা: ব্রাউন সুগার সহ মাঝেমধ্যেই পুলিশের জালে ধরা পড়ছে অনেকে। তার মধ্যে যেমন বিক্রেতা আছে, তেমনই আবার ক্রেতা। কিন্তু এই ‘নেশা’র যা দাম, তা এই অল্পবয়সি ক্রেতারা সহজে জোগাড় করতে পারে না। তাই বেছে নিতে হচ্ছে চুরির পথ। এদের মধ্যে ফালাকাটা শহরের ‘আর্লি ইয়াং গ্রুপ’-এর সদস্যরাই এই কাজে যুক্ত হয়ে পড়ছে। এদের বয়স মূলত ১৬ […] The post Falakata | ব্রাউন সুগারে আসক্ত ‘আর্লি ইয়াং গ্রুপ’, টাকা জোগাড় করতে চুরি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 6:55 pm

সন্তান চলচ্ছক্তিহীন, ভিক্ষা করেই সংসার চালান স্বামীহারা বৃদ্ধা ! অবশেষে পাশে দাঁড়াল প্রশাসন

আধার না থাকায় কোনও প্রকল্পেই নাম নেই এই মা-ছেলের।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 6:55 pm

কার্তিক মহারাজের বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত পদক্ষেপ নয়, হাই কোর্টে জানাল রাজ্য

দিনের পর দিন কার্তিক মহারাজ এক মহিলার উপর শারীরিক অত্যাচার করেন বলে অভিযোগ।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 6:54 pm

Cooch Behar |একজন মাত্র শিক্ষক, স্কুল পরিচালনায় সমস্যা

মেখলিগঞ্জ: একমাত্র শিক্ষক হয়ে পাঁচটি শ্রেণি চালাতে এখন হিমসিম খাওয়ার দশা মেখলিগঞ্জের ৪০ নিজতরফ পঞ্চম যোজনা প্রাথমিক বিদ্যালয়ের টিআইসির। স্কুলটিতে বর্তমানে ৭৪ জন ছাত্রছাত্রী রয়েছে। গত মাস পর্যন্ত দুজন শিক্ষক ছিলেন। কিন্তু ৩০ জুন প্রধান শিক্ষক শিশিরকুমার চক্রবর্তী অবসর নেওয়ায় এখন মাত্র একজন শিক্ষকে পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। তাঁদের বক্তব্য, একজন শিক্ষক পাঁচটি […] The post Cooch Behar | একজন মাত্র শিক্ষক, স্কুল পরিচালনায় সমস্যা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 6:51 pm

Uttar Pradesh: শাশুড়ি-স্বামীকে খুনের অভিযোগ, ভাসুর-দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, মা-ও হলেন বিধবা যুবতী

Uttar Pradesh: সুশীলাকে খুনের তদন্তে নেমেই পুলিশ পূজার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে। অভিযোগ, কয়েক বছর আগে পূজা তাঁর স্বামীকে খুন করেন। স্বামীর মৃত্যুর পর দেওর কল্যাণ সিংয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন।

টিভি 9 বাংলা 2 Jul 2025 6:51 pm

Cooch Behar |ভোট পরিচালনা করবে সংগঠন– হিপ্পি! প্রার্থীর ক্ষমতায় কোপ

কোচবিহার: ২০২৬ সালের বিধানসভা ভোটে কোচবিহারে ভালো ফলাফলের আশায় স্ট্র্যাটেজি পরিবর্তন করছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, ভোটের সময় এবার প্রার্থী নন, ভোট পরিচালনা করবে দলের সংগঠন। এমনকি ভোটে জিতে বিধায়ক হলেও তিনি এলাকায় সংগঠন নিয়ন্ত্রণ করবেন না। বরং এলাকায় তাঁকে যারা ভোটে জিতিয়ে আনবে, সেই কমিটিই এলাকার সংগঠন নিয়ন্ত্রণ করবে। দলীয় স্তরে […] The post Cooch Behar | ভোট পরিচালনা করবে সংগঠন– হিপ্পি! প্রার্থীর ক্ষমতায় কোপ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 6:46 pm

Electric scooter cheaper than petrol: লঞ্চ হয়েই গেল ভারতের সবচেয়ে সস্তার ই স্কুটার! কেন কিনবেন জানুন ৫টি সেরা পয়েন্ট

Electric scooter cheaper than petrol: Hero MotoCorp-এর ইলেকট্রিক সাব-ব্র্যান্ড VIDA অবশেষে ভারতের বাজারে তাদের নতুন স্কুটার VIDA VX2 লঞ্চ করেছে। যারা বাজেট-ফ্রেন্ডলি ও দূর-রেঞ্জের একটি স্মার্ট ইলেকট্রিক স্কুটার খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একটি দুর্দান্ত পছন্দ। আকর্ষণীয় দামে এবং ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস (BaaS) মডেলের মাধ্যমে এই স্কুটারটি এখনই বাজারে সাড়া ফেলেছে। দুটি ভেরিয়েন্টে: VX2 Go এবং VX2 Plus এই স্কুটারটি এসেছে দুটি মডেল নিয়ে—VX2 Go এবং VX2 Plus। VX2 Go ভেরিয়েন্টে রয়েছে ২.২ কিলোওয়াট-ঘন্টা ব্যাটারি যা ৯২ কিমি রেঞ্জ দেয়, আর VX2 Plus ভেরিয়েন্টে রয়েছে ৩.৪ কিলোওয়াট-ঘন্টা ব্যাটারি যার আইডিসি অনুমোদিত রেঞ্জ ১৪২ কিমি। আরও পড়ুন- বদলে যাবে রেলযাত্রার অভিজ্ঞতা, যাত্রী তৎপরতায় যুগান্তকারী উদ্যোগের প্রশংসা সর্বত্র দাম এবং সাবস্ক্রিপশন প্ল্যান VIDA VX2 স্কুটারটি আপনি চাইলে ব্যাটারিসহ অথবা ব্যাটারি ছাড়া কিনতে পারেন।ব্যাটারি ছাড়া কিনলে আপনি Battery-as-a-Service (BaaS) মডেলের অধীনে স্কুটারটি ব্যবহার করতে পারবেন, যেখানে প্রতি কিলোমিটারে খরচ পড়বে মাত্র ০.৯৬ টাকা। এটি একটি মাসিক সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা, যাতে আপনি ব্যাটারির জন্য আলাদা টাকা না দিয়ে ব্যবহার অনুযায়ী বিল দিতে পারবেন। আরও পড়ুন- বর্ষায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট? জেনে নিন কোন উপায়ে ফ্রিজের খাবারকে দীর্ঘ সময় সতেজ রাখবেন ফিচার ও টেকনোলজি VIDA VX2-তে আছে আধুনিক সব স্মার্ট ফিচার। VX2 Plus মডেলে ৪.৩ ইঞ্চির TFT ডিসপ্লে। VX2 Go মডেলে ৪.৩ ইঞ্চির LCD স্ক্রিন। Turn-by-turn নেভিগেশন। Cloud connectivity ও Ride data sync। Remote immobilization ফিচার। FOTA (Firmware Over The Air) আপডেট সাপোর্ট। ৬০ মিনিটে ৮০% চার্জ করার ক্ষমতা আরও পড়ুন- গতকালের তুলনায় প্রতি কেজিতে ৫ হাজার দাম বাড়ল রূপার, আজ কলকাতায় কতটা দামি সোনা? ডিজাইন ও বিল্ড VIDA VX2 এর ডিজাইনটি স্টাইলিশ এবং কমফোর্ট-ফোকাসড। স্কুটারটি ৭টি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। এরলম্বা ও আরামদায়ক ডুয়াল সিট। সেগমেন্টের মধ্যে সবচেয়ে বড় ১২ ইঞ্চির চাকা। VX2 Go-তে ৩৩.২ লিটার বুট স্পেস রয়েছে। ফুল ফেস হেলমেট সহজে ফিট করা যায়। আরও পড়ুন- Sony-JBL-এর ঘুম কাড়ল, ভারতে লঞ্চ হল এই Nothing হেডফোন, ননস্টপ ৮০ঘন্টার প্লে-ব্যাক টাইমিং ওয়ারেন্টি এবং চার্জিং নেটওয়ার্ক Hero VIDA VX2-তে থাকছে, ৫ বছরের ওয়ারেন্টি অথবা ৫০,০০০ কিমি পর্যন্ত যাতায়াতের সুবিধা। ৩৬০০+ চার্জিং স্টেশন VIDA নেটওয়ার্কের আওতায়। সাবস্ক্রিপশন চলাকালীন ব্যাটারির ক্ষমতা ৭০% এর নীচে নামলে ফ্রি ব্যাটারি রিপ্লেসমেন্টের সুবিধাও রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 2 Jul 2025 6:46 pm

উত্তরপ্রদেশে ধাবার বাইরে ভিড়কে পিষে দিল বেপরোয়া গাড়ি! মৃত্যু যুবকের

ঘটনার পর থেকে পলাতক ঘাতক গাড়িটির চালক।

সংবাদপ্রতিদিন 2 Jul 2025 6:45 pm

Cooch Behar |শিক্ষক সমস্যায় নাজেহাল কলেজগুলি

কোচবিহার: অগাস্টের শুরু থেকেই কলেজগুলিতে প্রথম সিমেস্টারের ক্লাস শুরু হয়ে যাবে। এদিকে জেলার বিভিন্ন প্রান্তের কলেজগুলি কমবেশি নানা সমস্যায় জর্জরিত। বেশ কিছু কলেজে নির্দিষ্ট কিছু বিভাগে স্থায়ী অধ্যাপক (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) নেই। কোথাও ল্যাবের যন্ত্রপাতির সমস্যা, কোথাও ছাত্র অনুপাতে লাইব্রেরির আয়তন এবং ক্লাসরুমের সংখ্যা বাড়ানো দরকার বলে জানিয়েছেন অধ্যক্ষরা। এই পরিস্থিতিতে কলেজগুলিতে ছাত্র সংখ্যা বাড়লে আগামীতে […] The post Cooch Behar | শিক্ষক সমস্যায় নাজেহাল কলেজগুলি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 2 Jul 2025 6:42 pm

Rishabh Pant ICC Ranking: অবশেষে 'সুখবর' পেলেন ঋষভ পন্থ, পরিবারে বইছে খুশির হাওয়া

ICC Ranking: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে বুধবার (২ জুলাই) ব্যাটিং ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) এক ধাপ উপরে উঠে এসেছেন। আপাতত ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অন্যদিকে, বোলারদের মধ্যে নিজের দাপট বজায় রেখেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। মুখ থুবড়ে পড়লেন শুভমান গিল গত সপ্তাহে ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচের জোড়া ইনিংসে শতরান করে এক অনন্য রেকর্ড কায়েম করেছিলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তিনি কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ ৮০১ পয়েন্ট সংগ্রহ করেছিলেন। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের তারকা ব্যাটার জো রুট। দুজনের মধ্যে মাত্র ৮৮ পয়েন্টের ফারাক রয়েছে। ২০২২ সালে পন্থ এই তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছিলেন। অন্য়দিকে টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল নিজের চতুর্থ স্থানটা ধরে রেখেছেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনিই আপাতত এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। তবে অধিনায়ক শুভমান গিল এক ধাপ নীচে নেমে গিয়েছেন। তিনি আপাতত ২১ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন। Shubman Gill Criticised: বিরাট-রোহিতের ছিঁটেফোটাও নেই! শুভমানকে কটাক্ষে ছিন্নভিন্ন করলেন ইংরেজ তারকা ১৫ পয়েন্টের ব্যবধান বাড়ালেন জো রুট ভারতের বিরুদ্ধে হেডিংলে টেস্টে জো রুট ২৮ এবং অপরাজিত ৫৩ রানের একটি দুর্দান্ত ইনিংস ইংল্যান্ড ক্রিকেট দলকে উপহার দিয়েছিলেন। সেইসঙ্গে তালিকায় দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে থাকা তাঁরই সতীর্থ হ্যারি ব্রুকের সঙ্গে তিনি ১৫ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে ফেললেন। অন্য়দিকে, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে ১৪৯ রানের একটি ম্য়াচজয়ী ব্যাটিং করেছিলেন বেন ডাকেট। তিনি এই তালিকায় ৮ নম্বরে ঠাঁই পেয়েছেন। Jasprit Bumrah Rested: গুরুত্বপূর্ণ ম্য়াচে কেন বিশ্রাম বুমরাহকে? গম্ভীরের 'তুঘলকি' সিদ্ধান্তে চটে লাল শাস্ত্রী-গাভাসকার শীর্ষস্থান ধরে রাখলেন জসপ্রীত বুমরাহ বোলিং ব়্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা জসপ্রীত বুমরাহ শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৯০৭ রেটিং পয়েন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে তিনি ৫ উইকেট শিকার করেছিলেন। যদিও এজবাস্টনের আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার পেস বোলার কাগিসো রাবাডা এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স যথাক্রমে এই তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। জস হ্যাজেলউড এক ধাপ উপরে উঠে এসেছেন। তিনি চতুর্থ স্থানে রয়েছেন। পাকিস্তানের স্পিনার নোমান আলিকে টেক্কা দিয়েছেন তিনি। অন্যদিকে, টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

ইন্ডিয়ান এক্সপ্রেস 2 Jul 2025 6:39 pm