SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

11    C
... ...View News by News Source

Amazon Pay FD: মাত্র ১০০০ টাকায় ফিক্সড ডিপোজিট অ্যামাজন পে-র! কীভাবে লাভবান হবেন আপনি?

Amazon Pay Fixed Deposit: আপনার পকেটে কি মাত্র ১০০০ টাকা আছে? এখন সেই সামান্য টাকা দিয়েই আপনি ফিক্সড ডিপোজিট শুরু করতে পারবেন। সর্বোচ্চ সুদের হার মিলছে ৮ শতাংশ পর্যন্ত। তবে মহিলাদের জন্য রয়েছে বিশেষ সুখবর। শ্রীরাম ফাইন্যান্সে বিনিয়োগ করলে মহিলারা অতিরিক্ত ০.৫ শতাংশ সুদ পাবেন।

টিভি 9 বাংলা 7 Jan 2026 7:58 pm

Angad Vir Singh Bajwa |আর ভারতের হয়ে খেলবেন না! এশিয়ান গেমসে পদকজয়ী তারকার নতুন গন্তব্য কানাডা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক শুটিং মানচিত্রে বড় ধাক্কা খেল ভারত! দেশের অন্যতম সেরা শটগান শ্যুটার অঙ্গদ বীর সিং বাজওয়া (Angad Vir Singh Bajwa) নিজের ক্রীড়া জাতীয়তা (Sporting Nationality) পরিবর্তন করেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন যে, ভবিষ্যতে তিনি ভারতের বদলে কানাডার হয়ে প্রতিযোগিতায় নামবেন। এনআরএআই-এর ছাড়পত্র ও কারণ অঙ্গদ বাজওয়া ইতিমধ্যেই ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন […] The post Angad Vir Singh Bajwa | আর ভারতের হয়ে খেলবেন না! এশিয়ান গেমসে পদকজয়ী তারকার নতুন গন্তব্য কানাডা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Jan 2026 7:56 pm

Suvendu Adhikari: নাগরিকত্ব নিয়ে মতুয়াদের বিরাট আশ্বাস শুভেন্দুর, কী বললেন?

ভোটের আগে এই ইস্যুকে কাজে লাগিয়ে ময়দানে নেমেছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত যোগাযোগ রেখেছিলেন তাঁদের সঙ্গে। আজ সেই মতুয়া গড়ে পৌঁছলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একগুচ্ছ আশ্বাস দিলেন তিনি।

টিভি 9 বাংলা 7 Jan 2026 7:55 pm

প্রতি রাতে গলা টিপে ধরতে আসত, তারপর…! হাড়হিম ভূতুড়ে অভিজ্ঞতা জানালেন হেমা

ঠিক কী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন হেমা?

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 7:53 pm

শমীকের নয়া কমিটিতে ঠাঁই হল না বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের! নেপথ্যে জানেন কোন কারণ?

রাঢ় বঙ্গের আহ্বায়ক পদ থাকা নিয়েও অনিশ্চিয়তা রয়েছে বলে খবর।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 7:51 pm

শেয়ার বাজারে রক্তক্ষরণ-মার্কিন শুল্কবাণ সামলে ঝড়ের গতিতে বাড়বে GDP, পূর্বাভাস কেন্দ্রের

মুদ্রাস্ফীতি হ্রাস, করছাড়ের পরিমাণ বৃদ্ধি, নতুন জিএসটিতে আমজনতার ক্রয়ক্ষমতা বেড়েছে।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 7:50 pm

Santanu Thakur: ‘আপনাদের কথায় যাঁরা CAA ফর্ম ফিলাপ করেনি তাঁদের কী হবে?’, জবাব চাইলেন শান্তনু

Kolkata: এখানে উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল CAA সার্টিফিকেট তখনই গ্রাহ্য হবে, যখন নতুন করে ফর্ম ৬ পূরণ করে আবেদন করবেন তাঁরা। ইতিমধ্যেই খসড়া তালিকা বেরিয়ে গিয়েছে। মতুয়াদের মধ্যে অনেকেই CAA-তে আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। কমিশনের তরফে থেকে যে নথিগুলি চাওয়া হয়েছে, সেই তালিকায় নাগরিকত্বের সার্টিফিকেট নেই।

টিভি 9 বাংলা 7 Jan 2026 7:45 pm

Kolkata Metro: মেট্রোর ব্লু লাইনের জন্য দারুণ সুখবর, বৃহস্পতিবার থেকেই কী কী বদল, জেনে নিন

আগামিকাল, বৃহস্পতিবার থেকে পাঁচটি নতুন মেট্রো চালু করা হচ্ছে। তবে ছুটির দিনে নয়, শুধুমাত্র সপ্তাহের কাজের দিনগুলিতেই চলবে মেট্রোগুলি। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি চলবে নতুন পাঁচটি মেট্রো। জয় হিন্দ বিমানবন্দর থেকে ট্রেন যাবে নোয়াপাড়া।

টিভি 9 বাংলা 7 Jan 2026 7:44 pm

ISL বাঁচাতে কমাতে হবে ফুটবলারদের বেতন! বিস্ফোরক বেঙ্গালুরুর কর্ণধার, কী বলছে ইস্টবেঙ্গল?

১৪ ফেব্রুয়ারি থেকে ১৪ দল নিয়ে আইএসএল শুরু হচ্ছে।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 7:44 pm

জানেন কেন সামান্য তুলসী পাতাতেই তৃপ্ত হন বজরংবলী?

শাস্ত্রীয় মতে, হনুমানজির পুজোর সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হল তুলসী পাতা বা তুলসীর মালা। প্রচলিত বিশ্বাস, বজরংবলীকে তুলসীর মালা পরিয়ে দিলে তিনি ভক্তের সমস্ত সংকট মুহূর্তের মধ্যে হরণ করে নেন। কিন্তু কেন ৫৬ ভোগ ছেড়ে সামান্য তুলসী পাতাতেই তুষ্ট হন মহাবীর? এর পেছনে লুকিয়ে আছে এক পৌরাণিক আখ্যান।

টিভি 9 বাংলা 7 Jan 2026 7:43 pm

ট্রাম্পের নজরে ইরানও, ভেনেজুয়েলার চেয়েও ভয়াবহ পরিণতি হবে, আশঙ্কা মার্কিন অর্থনীতিবিদের

অর্থনীতিবিদের বক্তব্য, ট্রাম্প এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছেন।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 7:40 pm

UTS-এ টিকিট কাটতে পারবেন না আর, কী করবেন এবার?

RailOne App: বন্ধ হয়ে যাচ্ছে ইউটিএস অ্য়াপ। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনের টিকিট, কোন ট্রেন কোথায় আছে, তা দেখা যেত এই অ্যাপের মাধ্যমে। এবার সেই ট্রেনের অ্যাপ বন্ধ হতে চলেছে। ইউটিএস অ্যাপের বদলে এবার শিফ্ট করা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম রেলওয়ানে।

টিভি 9 বাংলা 7 Jan 2026 7:33 pm

Arjun Tendulkar |সানিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন অর্জুন! কবে তেন্ডুলকার পরিবারে বাজবে বিয়ের সানাই?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্ধোকের বিয়ের তারিখ চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ৫ মার্চ ২০২৬ তারিখে মুম্বইয়ে বসছে এই রাজকীয় বিয়ের আসর। অর্জুন ও সানিয়ার রসায়ন নিয়ে চর্চা অনেকদিনের। গত বছর অগাস্ট অত্যন্ত গোপনে দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের বাগদান বা এনগেজমেন্ট সম্পন্ন হয়েছিল। বিষয়টি আড়ালে থাকলেও স্বয়ং সচিন […] The post Arjun Tendulkar | সানিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন অর্জুন! কবে তেন্ডুলকার পরিবারে বাজবে বিয়ের সানাই? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Jan 2026 7:29 pm

২৭ জানুয়ারি ব্যাঙ্কে গেলেই পড়বেন চরম সমস্যায়

Bank News: ধর্মঘট ডাকল ব্যাঙ্ক কর্মীরা। দেশ জুড়ে বনধের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। ২৭ জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। সপ্তাহে পাঁচ দিন অফিস, দুইদিন ছুটির দাবিতে দেশ জুড়ে বনধের ডাক দিয়েছেন। দীর্ঘদিন ধরে ৫ দিন ওয়ার্কিং ডে-র যে দাবি করা হচ্ছে, সরকার সেই বিষয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না, সাড়া দিচ্ছে না।

টিভি 9 বাংলা 7 Jan 2026 7:27 pm

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনে ১০০ বিলিয়ান ডলারের ক্ষতি চিনের! কূটনৈতিক যুদ্ধে পিছু হটবে বেজিং?

ট্রাম্প রাজনীতিতে আসার বহু আগে চিনের জন্য দরজা খুলে দিয়েছিল ভেনেজুয়েলা।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 7:23 pm

শীতের সন্ধ্যায় দাউদাউ করে আগুন জ্বলছে কলকাতার এই বস্তিতে

এদিন সন্ধ্যায় হঠাৎই আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন বস্তির বাসিন্দারা। ঘর থেকে বেরিয়ে আসেন প্রত্যেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলবাহিনী। প্রথমে ২টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়, পরে আরও ৫টি ইঞ্জিন পৌঁছয়। শীতকালে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত।

টিভি 9 বাংলা 7 Jan 2026 7:20 pm

Barsey Valley: ইনস্টাগ্রাম নয়, নিজের চোখে দেখুন বার্সি ভ্যালির রূপকথা! যেখানে সূর্যোদয়ে রঙ বদলায় কাঞ্চনজঙ্ঘা

Offbeat places in Sikkim: সিকিম মানেই অনেকের কাছে গ্যাংটক, নাথুলা পাস বা পেমায়াংৎসে। কিন্তু এই জনপ্রিয় গন্তব্যগুলোর বাইরেও সিকিম লুকিয়ে রেখেছে এমন কিছু অফবিট জায়গা, যেখানে প্রকৃতি আজও প্রায় অক্ষত। দক্ষিণ সিকিমে অবস্থিত বার্সি ভ্যালি (Barsey Valley) তেমনই এক অনন্য ও তুলনামূলকভাবে কম পরিচিত পর্যটন গন্তব্য। প্রকৃতিপ্রেমী, ট্রেকার এবং শান্ত পরিবেশে সময় কাটাতে চাওয়া ভ্রমণকারীদের জন্য বার্সি ভ্যালি এক আদর্শ স্থান। বার্সি ভ্যালি মূলত পরিচিত বার্সি রোডোডেনড্রন স্যাংচুয়ারি-র জন্য। এটি সিকিমের অন্যতম সুন্দর প্রাকৃতিক সংরক্ষিত এলাকা, যা পশ্চিম সিকিমের সীমান্ত ঘেঁষে অবস্থিত। বসন্তকালে, বিশেষ করে মার্চ থেকে এপ্রিল মাসে, এই উপত্যকা রোডোডেনড্রন ফুলে ভরে যায়। লাল, গোলাপি, সাদা ও বেগুনি রঙের ফুলে ঢেকে যায় পাহাড়ের ঢাল, যা পুরো এলাকাকে এক রঙিন স্বপ্নের জগতে পরিণত করে। আরও পড়ুন- Saureni: মিরিকের আড়ালে লুকিয়ে থাকা স্বর্গ! পাহাড়ি গ্রাম সৌরেনির জীবন যেন এক সোনালী স্বপ্ন বার্সি ভ্যালির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ট্রেকিং রুট। হিলি বা ডেন্টাম থেকে শুরু হওয়া বার্সি ট্রেক প্রায় ৪-৬ কিলোমিটার দীর্ঘ এবং মাঝারি মানের ট্রেকারদের জন্য উপযোগী। ট্রেকিং পথে ঘন বন, বাঁশঝাড়, পাহাড়ি পাখির ডাক এবং মাঝে মাঝে কুয়াশায় ঢাকা পথ ভ্রমণকারীদের এক অনন্য অভিজ্ঞতা দেয়। ভাগ্য ভালো হলে রেড পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বেয়ার বা নানা প্রজাতির পাখিও চোখে পড়তে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বার্সি ভ্যালি থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার অসাধারণ দৃশ্য দেখা যায়। পরিষ্কার দিনে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার রঙ বদলানোর দৃশ্য মন ছুঁয়ে যায়। এই দৃশ্য ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয়। আরও পড়ুন- Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’ বার্সি ভ্যালিতে বিলাসবহুল হোটেলের আধিক্য নেই, তবে এখানে রয়েছে কিছু হোমস্টে ও ছোট গেস্টহাউস, যেখানে স্থানীয় মানুষের আতিথেয়তা উপভোগ করা যায়। স্থানীয় খাবার যেমন ভাত, ডাল, শাকসবজি, মোমো বা থুক্পা, সবই তাজা ও ঘরোয়া স্বাদে ভরা। এই সরল জীবনযাপনই বার্সির আসল সৌন্দর্য। আরও পড়ুন- weekend getaway:সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন বাড়ি, ঘুরে আসুন কলকাতার কাছেই অসাধারণ এই প্রান্ত থেকে! শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির কাছাকাছি কিছু দিন কাটাতে চাইলে বার্সি ভ্যালি নিঃসন্দেহে এক আদর্শ গন্তব্য। এখানে নেই ভিড়, নেই অতিরিক্ত বাণিজ্যিকতা, শুধু পাহাড়, বন, ফুল আর নিস্তব্ধতা। তাই বলা যায়, সিকিমের অফবিট পর্যটন মানচিত্রে বার্সি ভ্যালি এক অমূল্য রত্ন, যা প্রকৃতিকে ভালোবাসা মানুষের মনে দীর্ঘদিনের স্মৃতি হয়ে থাকবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Jan 2026 7:18 pm

বাবুঘাটে উপচে পড়া ভিড় সাধুদের, কেন আসছেন তাঁরা?

Sadhu in Babughat: প্রতি বছরই এই সময়ে বাবুঘাটে তাদের ভিড় বাড়ে। কারোর মাথায় বিশাল জটা, কারোর আবার পরনে কোনও কাপড় নেই, সারা গায়ে ভস্ম মাখা। বাবুঘাটে ভিড় করছে সাধুরা। সকলেরই গন্তব্য একটাই, গঙ্গাসাগর। শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা।

টিভি 9 বাংলা 7 Jan 2026 7:14 pm

Bangladesh Premier League: মুস্তাফিজের ইস্যুতে আইপিএল থেকে বাদ, জল্পনা ওড়ালেন ঋধিমা!

BPL, Ridhima Pathak, Mustafizur Rahman: এই জল্পনার অবসান ঘটিয়ে ঋধিমা স্পষ্ট জানিয়েছেন, তাঁকে বাদ দেওয়া হয়নি। তিনিই দায়িত্ব ছেড়েছেন। ইনস্টাগ্রাম পোষ্টে তিনি লেখেন, “একটি প্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়। আমাকে বিপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা সত্যি নয়। আমার কাছে দেশ সব কিছুর আগে।

টিভি 9 বাংলা 7 Jan 2026 7:12 pm

Nisith Pramanik |রাজ্য বিজেপির সহ-সভাপতি পদে নিশীথ প্রামাণিক! উত্তরবঙ্গে জমি ফেরাতে গেরুয়া শিবিরের বড় চাল

কোচবিহার: বুধবার বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা করেছেন নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। ৩৫ সদস্যের এই নতুন কমিটিতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) রাজ্য সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর মহারণের আগে উত্তরবঙ্গে বিজেপির সংগঠনকে চাঙ্গা করতে এবং রাজবংশী ভোটব্যাঙ্ক সংহত করতেই নিশীথকে রাজ্য নেতৃত্বে আনা হয়েছে। ২০২৪-এর […] The post Nisith Pramanik | রাজ্য বিজেপির সহ-সভাপতি পদে নিশীথ প্রামাণিক! উত্তরবঙ্গে জমি ফেরাতে গেরুয়া শিবিরের বড় চাল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Jan 2026 7:10 pm

চালের গুঁড়ো ছাড়াও তৈরি করা যায় তুলতুলে পাটিসাপটা, সহজ রেসিপি জেনে নিন

চিন্তার কিছু নেই! চালের গুঁড়ো ছাড়াও ময়দা ও সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় দোকানের মতো মোলায়েম পাটিসাপটা। এই পিঠে ঠান্ডা হওয়ার পরও থাকবে নরম। জেনে নিন তৈরির সহজ পদ্ধতি।

টিভি 9 বাংলা 7 Jan 2026 7:07 pm

ইয়া বড় চন্দ্রবোড়া সাপকে নিয়ে সারা রাত ঘুমাল শ্যামসুন্দর! ভিডিয়ো দেখেই ভয় লাগবে

Chandrabora Snake: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা শ্যামসুন্দর সাঁতরা। কনকনে ঠান্ডাতেও পিলে চমকাল তাঁর, কারণ সারারাত তাঁর সঙ্গে লেপ-কম্বলের ভিতরে ঘুমাল চন্দ্রবোড়া সাপ। তাও আবার ছোটখাটো নয়, ইয়া বড়। সাপের ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পান শ্যামসুন্দর।

টিভি 9 বাংলা 7 Jan 2026 7:05 pm

Harishchandrapur |এসআইআর আতঙ্কে মৃত্যু মিছিল! হরিশ্চন্দ্রপুরে প্রাণ হারালেন বৃদ্ধা, মৃতার বাড়িতে মন্ত্রী তজমুল

হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) ২ নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামের বাসিন্দা সাবেরা বিবির (৮০) মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমেছে মালদায় (Malda)। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা এবং জীবনে বহুবার ভোট দেওয়া সত্ত্বেও তাঁকে এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার পর থেকেই বৃদ্ধা মানসিক অবসাদ ও আতঙ্কে ভুগছিলেন। পরিবার সূত্রে […] The post Harishchandrapur | এসআইআর আতঙ্কে মৃত্যু মিছিল! হরিশ্চন্দ্রপুরে প্রাণ হারালেন বৃদ্ধা, মৃতার বাড়িতে মন্ত্রী তজমুল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Jan 2026 7:03 pm

Debolina Nandy |হাসিখুশি ফ্রেমের আড়ালে গভীর ক্ষত দেবলীনা নন্দীর! পরিবারকে ভয়ানক কথা জানিয়ে সতর্ক করল হাসপাতাল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রূপোলি পর্দার চাকচিক্য আর সোশ্যাল মিডিয়ার (Social Media) হাসিখুশি ছবির আড়ালে যে এক যন্ত্রণাদায়ক জীবন লুকিয়ে থাকতে পারে, তার প্রমাণ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী (Debolina Nandy)। স্বামী প্রবাহর সঙ্গে দাম্পত্য কলহ এবং মানসিক অবসাদ সহ্য করতে না পেরে সম্প্রতি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় […] The post Debolina Nandy | হাসিখুশি ফ্রেমের আড়ালে গভীর ক্ষত দেবলীনা নন্দীর! পরিবারকে ভয়ানক কথা জানিয়ে সতর্ক করল হাসপাতাল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Jan 2026 7:01 pm

ইন্ডিগো বিপর্যয়ের মধ্যেই ভাড়াবৃদ্ধিতে যাত্রীদের ভোগান্তি! সব বিমান সংস্থার কাছে তথ্য তলব কেন্দ্রের

দেশের সমস্ত বিমান সংস্থাগুলির কাছ থেকে ভাড়ার তথ্য তলব করল ডিজিসিএ।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 7:01 pm

কোনও রাখঢাক নয়, ক্ষমতা দখলে সরাসরি AIMIM-এর সঙ্গে জোট বিজেপির!

আসাদউদ্দিন ওয়েইসির AIMIM-কে 'বিজেপির বি' টিম বলে কটাক্ষ করে বিরোধীরা।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 7:01 pm

Marinera: মার্কিন হামলা থেকে তেলের ট্যাঙ্কার বাঁচাতে আটলান্টিকে ‘নরকযান’ পাঠালেন পুতিন

ট্রাম্পের নিষেধাজ্ঞা সম্পূর্ণ অগ্রাহ্য করে জ্বালানি তেল বোঝাই ট্যাঙ্কার 'বাঁচাতে' নিজের সবচেয়ে মারণ সাবমেরিনকে আটল্যান্টিক মহাসাগরে নামালেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মার্কিন সেনার রণতরী লাগাতার ওই 'শ্যাডো ফ্লিট'-কে নিশানা করার চেষ্টা চালাচ্ছে। ট্রাম্পের রোষানল থেকে ওই শ্যাডো ফ্লিট-কে বাঁচাতে 'পোসেইডন' নামের পরমাণু বোমা-সহ রুশ সাবমেরিন 'বেলগরদ' এখন আটলান্টিকে টহল দিচ্ছে। আবার এই খবর প্রকাশ্যে আসতেই পাল্টা ন্যাটোর একঝাঁক যুদ্ধবিমান ছুটে গেল রুশ সাবমেরিনকে ঠেকাতে। সবমিলিয়ে এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে দুপক্ষ-ই।

টিভি 9 বাংলা 7 Jan 2026 6:58 pm

প্রথমবার রবিতে পেশ বাজেট, সিলমোহর সংসদীয় কমিটির, অধিবেশন শুরু কবে?

সচরাচর রবিবারে সংসদের অধিবেশনের হয় না।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 6:58 pm

গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে নেপাল, সিল রক্সৌল সীমান্ত, মৈত্রী সেতুতেও বাড়ল নিরাপত্তা

আতঙ্কে নেপাল থেকে ভারতে ফিরছেন বহু শ্রমিক।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 6:58 pm

Vicky-Katrina: অবশেষে অপেক্ষার অবসান, ভিকি-ক্যাটরিনার ছেলের প্রথম ঝলকেই শোরগোল, কী নাম রাখলেন তাঁর?

বলিউডের জনপ্রিয় দম্পতি, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ অবশেষে তাঁদের নবজাতক পুত্র সন্তানের নাম প্রকাশ্যে আনলেন। বহুদিন ধরে ভক্তদের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিল এই সুখবর। গত ৭ নভেম্বর, ২০২৫-এ প্রথম সন্তানকে স্বাগত জানান এই তারকা দম্পতি। এর আগে ক্যাটরিনার গর্ভধারণের খবরও তাঁরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তখন পোস্টে দেখা যায় ভিকি আলতো করে জড়িয়ে ধরেছেন ক্যাটরিনার বেবি বাম্প তাকিয়ে আছেন ভবিষ্যতের নতুন অধ্যায়ের দিকে। সেই সময় ক্যাপশনে তাঁরা লিখেছিলেন, “আনন্দ ও কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায়ে প্রবেশ করছি।” সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টে তারকা-দম্পতি জানান, তাঁদের ছেলের নাম বিহান কৌশল। পোস্টের সঙ্গে শেয়ার করা হয়েছে নবজাতকের প্রথম ঝলক- যেখানে দেখা যাচ্ছে ভিকি ও ক্যাটরিনার হাতের ওপর বিশ্রাম নিচ্ছে ভিহানের ছোট্ট, কোমল হাত। Dharmendra: শেষ ছবির শুটে ভোর ৩টেয় দাঁড়িয়ে, ‘আমি কেন পারব না?’ ধর্মেন্দ্রর অকল্পনীয় পরিশ্রম প্রকাশ্যে ‘বিহান’ নামটি সংস্কৃত থেকে উদ্ভূত এবং এর অর্থ ‘ভোর’, ‘নতুন সূর্যোদয়’, ‘সকাল’, কিংবা ‘একটি নতুন যুগের সূচনা’। নামের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে নতুন জীবনের আলো, নতুন আশার বার্তা। সন্তান জন্মের আনন্দে আবেগপ্রবণ হয়ে এই দম্পতি লিখেছেন, “আমাদের আলোর রশ্মি, বিহান কৌশল। প্রার্থনার উত্তর পাওয়া গেছে। জীবন সুন্দর। আমাদের পৃথিবী এক মুহূর্তে বদলে গেছে। কৃতজ্ঞতার ভাষায় প্রকাশ সম্ভব নয়।” View this post on Instagram A post shared by Katrina Kaif (@katrinakaif) ভিকি ও ক্যাটরিনা ৯ ডিসেম্বর, ২০২১ সালে রাজস্থানের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন। চার বছর পূর্তির সময়ও ভিকি একটি বিশেষ পোস্ট করেন, যেখানে তিনি মজা করে জানান- সন্তানের আগমনের পরে তাঁদের ঘুমের পরিমাণ বেশ কমে গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আজ আমরা বিবাহবার্ষিকী উদযাপন করছি- আনন্দিত, কৃতজ্ঞ এবং ঘুম-বঞ্চিত। শুভ ৪ বছর আমাদের।” অন্যদিকে, ক্যারিয়ারের দিক থেকে ভিকি কৌশলকে শীঘ্রই দেখা যাবে সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। ভক্তদের মতে, সন্তানের জন্মের পর এই দম্পতির জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়, যা তাঁদের পরিবারকে আরও দৃঢ় ও সুখী করে তুলবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Jan 2026 6:51 pm

SIR in Bengal: হিয়ারিংয়ে আসা নিয়ে বড় পদক্ষেপের পথে কমিশন, সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা

Hearing issue: হিয়ারিংয়ের জন্য কাদের শুনানিকেন্দ্রে আসতে হবে না, তা নিয়ে এর আগে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। সেখানে তারা জানায়, ৮৫ বছরের বেশি বয়সি, হাসপাতালে ভর্তি রোগী এবং সন্তানসম্ভবাদের শুনানিকেন্দ্রে আসতে হবে না। এমনকি, বিশেষভাবে সক্ষমদেরও শুনানিকেন্দ্রে আসার দরকার নেই। তাঁদের বাড়িতে গিয়ে শুনানি করবেন কমিশনের লোকজন।

টিভি 9 বাংলা 7 Jan 2026 6:50 pm

Kumarganj |জমি বিবাদের জেরে কুমারগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, আক্রান্ত ৫ বিজেপি সমর্থক

কুমারগঞ্জ: জমি সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার কুমারগঞ্জ ব্লকের (Kumarganj) জাখিরপুর পঞ্চায়েতের ককোটি (শাহাবাজপুর) গ্রামে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচজন সংখ্যালঘু বিজেপি সমর্থক গুরুতর আহত হয়েছেন। আহতদের অভিযোগ, বিজেপি করার কারণেই তাঁদের ওপর এই পরিকল্পিত রাজনৈতিক হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন বিজেপি কর্মী তথা বিএলএ-টু […] The post Kumarganj | জমি বিবাদের জেরে কুমারগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, আক্রান্ত ৫ বিজেপি সমর্থক appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Jan 2026 6:50 pm

ফেব্রুয়ারিতেই বুধের ভেলকি, তিন রাশির পকেটে এবার কুবেরের ধন!

বুধের উদয়ে ভাগ্য খুলতে চলেছে কোন তিন রাশির?

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 6:40 pm

স্যান্টোসের সঙ্গে নতুন চুক্তিতে সই, বিশ্বকাপে নেমে ‘অধরা’স্বপ্নপূরণ করতে মরিয়া নেইমার

নতুন চুক্তিতে সই করে কী বলেছেন ব্রাজিলিয়ান তারকা?

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 6:36 pm

মুসলিম হওয়ার কারণে বাদ মুস্তাফিজুর দাবিতে ছড়াল শাহরুখ খানের AI ভিডিও

বুম দেখে শাহরুখ খানের পুরনো একটি ভিডিওর উপর এআই ভয়েস বসিয়ে ভাইরাল দাবিটি করা হয়েছে।

বুমলাইভ 7 Jan 2026 6:36 pm

Changrabandha |সম্প্রীতির টানে কাঁটাতার পার! ফরিদপুরের উরস শরীফে যোগ দিতে চ্যাংরাবান্ধা দিয়ে ওপারে বহু ভারতীয়

চ্যাংরাবান্ধা: দীর্ঘ প্রায় এক বছর ধরে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন এবং ওপার বাংলার রাজনৈতিক অস্থিরতার কারণে সীমান্ত যাতায়াতে ভাটা পড়েছিল। তবে আগামী ১০ থেকে ১৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য খাজা বাবা ফরিদপুরীর ‘বিশ্ব উরস শরীফ’ সেই খরা কাটাল। বুধবার চ্যাংরাবান্ধা (Changrabandha) আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শতাধিক ভারতীয় পর্যটন ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন। ইমিগ্রেশন আধিকারিকরা জানিয়েছেন, ভিসা সমস্যার কারণে […] The post Changrabandha | সম্প্রীতির টানে কাঁটাতার পার! ফরিদপুরের উরস শরীফে যোগ দিতে চ্যাংরাবান্ধা দিয়ে ওপারে বহু ভারতীয় appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Jan 2026 6:30 pm

মিমি, নুসরাত হাঁটলেও তৃণমূলের ভোট বাড়বে না: সুকান্ত

BJP-Sukanta Majumder: সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানেই তিনি তৃণমূল কংগ্রেসকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে খোঁচা দিলেন। বললেন, র‌্যাম্পে মিমি, নুসরাত হাঁটলেও তৃণমূলের ভোট বাড়বে না।

টিভি 9 বাংলা 7 Jan 2026 6:27 pm

রণবীর-দীপিকার ‘ব্রহ্মাস্ত্র ২’-এর প্রস্তুতি তুঙ্গে! লোকেশন খুঁজতে কোথায় গেলেন অয়ন?

অয়নের এই পোস্টের নেপথ্যে অনেকেই দেখতে পাচ্ছেন নতুন ছবির প্রস্তুতিপর্ব।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 6:24 pm

Mohun Bagan vs East Bengal: প্রিয় ফুটবল ক্লাবের 'ভুলভাল' নাম! অপমানের যোগ্য জবাব দিলেন মেহতাব

Mohun Bagan vs East Bengal : বাংলার ফুটবলকে যে সর্বভারতীয় স্তরে চূড়ান্ত অপদস্থ করা হয়েছে, সেকথা আজ আর কারোর কাছেই অজানা নয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025-26) ঘোষণা করার সময় বাংলার ২ শতাব্দীপ্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের নাম 'ভুল' উচ্চারণ করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)। ভারতীয় ফুটবল ইতিহাসে এই দুটো ক্লাবের অবদান যে কতখানি, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। বছরের পর বছর ধরে একাধিক কিংবদন্তী ফুটবলার এই দুটো ক্লাব থেকে উঠে এসেছেন। শৈলেন মান্না, চুনী গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, শ্যাম থাপা থেকে শুরু করে রহিম নবি, মেহতাব হোসেন (Mehtab Hossain), শিল্টন পাল, দীপেন্দু বিশ্বাস এবং আরও অনেকে। কিন্তু, এমন ঐতিহ্যবাহী ক্লাবের নামই সঠিকভাবে উচ্চারণ করা গেল না? তা নিয়ে বাংলার ফুটবলমহল ইতিমধ্যে উত্তপ্ত হতে শুরু করেছে। ISL 202৫-26: 'মোহন বেগান - ইস্ট বেগান...', বাংলার ২ ফুটবল ক্লাবের নাম উচ্চারণেই হোঁচট কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর! ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের হয়ে খেলা মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দুরভাষ মারফৎ তিনি বললেন, 'দেশের খেলাধুলো একেবারে অযোগ্যদের হাতে চলে গিয়েছে। ফুটবল খেলাটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। যারা খেলার অ-আ-ক-খ জানে না, তাদের দিয়ে এই খেলার আর কতটুকুই বা উন্নতি হবে।' Mohun Bagan Super Giant: মোহনবাগান এখন অতীত, এবার কোন দলে যোগ দিচ্ছেন হোসে মলিনা? মোহনবাগান-ইস্টবেঙ্গলকে সরিয়ে দিলে চলবে না আইএসএল: মেহতাব হোসেন মেহতাবের কথায়, 'আজও ইস্টবেঙ্গল-মোহনবাগানকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে ISL চলবে না। দেশের শীর্ষ লিগ বন্ধ হয়ে যাবে। দেশের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সেই ক্লাবের নাম উচ্চারণ করতে পারেন না, এরথেকে আর লজ্জার কীই বা থাকতে পারে। এমন ঘটনা তো আর মেনে নেওয়া যায় না। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কর্মকর্তাদের পাশাপাশি দেশের ফুটবল সমর্থকদেরও এই ব্যাপারে প্রতিবাদ করা উচিত।' East Bengal FC Win: ফাজিলা-সৌমাদের ব্লকবাস্টার শো, সেসা'কে গোলের মালা পরাল ইস্টবেঙ্গল এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএল টুর্নামেন্ট। বিগত কয়েকমাস ধরে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে যথেষ্ট জটিলতা তৈরি হয়েছিল। এমনকী, এই টুর্নামেন্টের জন্য কেউ বিড পর্যন্ত করেননি। অবশেষে যাবতীয় অনিশ্চয়তার কালো মেঘ কেটে গিয়েছে। মনসুখ মান্ডব্য ঘোষণা করেছেন, এবারের টুর্নামেন্টে মোট ১৪ দলই অংশগ্রহণ করবে। এমন সময় তিনি বাংলার এই শতাব্দী প্রাচীন ২ ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে মোহন বেগান এবং ইস্ট বেগান বলে ফেলেন। বিষয়টা নিয়ে ইতিমধ্যে ব্যাপার সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। ISL 2026: অন্ধকার শেষে আলোর দেখা! কবে থেকে আইএসএল শুরুর সম্ভাবনা? সামনে এল ব্রেকিং আপডেট ভারতীয় ফুটবল দলের এই প্রাক্তন তারকা আরও যোগ করেন, 'এই দুটো ক্লাবের ইতিহাস ওরা জানে? মানুষ কত রক্ত দিয়েছে? আমরা মন্দির-মসজিদের মতো এই দুটো ক্লাবকে পুজো করেছি। এই ব্যাপারে সকলের গর্জে ওঠা উচিত। কাদের হাতে ভারতীয় ফুটবলের ক্ষমতা ছিল, আর কাদের হাতে এসে ঠেকেছে, সেটা সাধারণ মানুষই বিচার করতে পারবে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Jan 2026 6:23 pm

Ravangla: সবুজ পাহাড়ের কোলে লুকনো অপরূপ রাভাংলা! ফটোগ্রাফারদের হীরক রত্ন এই প্রান্তের জুড়ি মেলা ভার

Offbeat destinations: সিকিমের শান্ত পাহাড়ি প্রান্তরগুলোতে যদি প্রকৃতির সৌন্দর্য এবং পরিপূর্ণ শান্তি খুঁজে পাওয়ার জন্য একটি নিখুঁত স্থান খোঁজা হয়, তবে রাভাংলা সেই গন্তব্য। গ্যাংটক থেকে প্রায় ৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ছোট্ট শহরটি পর্যটকদের মধ্যে এখনও তুলনামূলকভাবে কম পরিচিত, তাই এটি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগের জন্য আদর্শ। রাভাংলার প্রধান আকর্ষণ হল তার পাহাড়ি দৃশ্য এবং সবুজ ঘেরা বনভূমি। এখান থেকে চ্যাংচোং-লুং পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। শীতকালে পাহাড়গুলোতে হালকা কুয়াশা নেমে আসে, যা পুরো এলাকা যেন এক স্বপ্নময় পরিবেশে পরিণত করে। যেসব পর্যটক শহরের ভিড় থেকে দূরে শান্তি খুঁজে বের করতে চান, তাদের জন্য রাভাংলা নিখুঁত। আরও পড়ুন- Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য পর্যটকদের মনে বিশেষ ছাপ ফেলে। রাভাংলার কাছে ছোট ছোট জলপ্রপাত, পাহাড়ি ঝর্ণা এবং নদী দর্শনীয়। স্থানীয় কৃষিজমির মাঝে হাঁটাহাঁটি করে বা ছোট ট্রেকিং করে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়। বিশেষ করে ফুলের মৌসুমে, পাহাড়ের ঢালগুলো রঙিন ফুলে ভরে যায়, যা ফটোগ্রাফারদের জন্য স্বর্গসদৃশ পরিবেশ তৈরি করে। আরও পড়ুন- Dhuluk: অফবিট পাহাড়ি স্বর্গ ধুলুক: অপরূপ-অসাধারণ ছোট্ট গ্রামের জাদুতে মুগ্ধ পর্যটকরা রাভাংলার আরেকটি আকর্ষণ হলো স্থানীয় সংস্কৃতি। এখানকার মানুষরা অতিথিপরায়ণ এবং সহজ সরল। পর্যটকরা স্থানীয় বাজারে ঘুরে স্থানীয় হস্তশিল্প, কম্বা পাটের কাপড় এবং সিকিমি খাবারের স্বাদ নিতে পারেন। স্থানীয় রেস্তোরাঁয় তাজা পাহাড়ি সবজি ও মোমো বা থুক্পার মতো স্থানীয় খাবারের স্বাদ বিশেষভাবে মনোমুগ্ধকর। রাভাংলা শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এটি এডভেঞ্চার প্রেমীদের জন্যও আকর্ষণীয়। এখানে হাইকিং, ট্রেকিং এবং ছোট ছোট পাহাড়ি অভিযান করার সুযোগ রয়েছে। এছাড়াও, রাভাংলা থেকে শিয়ালডং এবং রনগঙ্গা এলাকায় সহজে এক বা দুই দিনের ট্রিপ করা যায়। আরও পড়ুন- Saureni: মিরিকের আড়ালে লুকিয়ে থাকা স্বর্গ! পাহাড়ি গ্রাম সৌরেনির জীবন যেন এক সোনালী স্বপ্ন পরিশেষে বলা যায়, রাভাংলা একটি অফবিট পর্যটন গন্তব্য। এটি শহরের ভিড় ও ব্যস্ততা থেকে দূরে, প্রকৃতি ও শান্তি উপভোগ করার জন্য আদর্শ। যারা সত্যিকারের পাহাড়ি সৌন্দর্য এবং শান্তির মধ্যে সময় কাটাতে চান, তাদের জন্য রাভাংলা অবশ্যই সিকিমের হীরক রত্ন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Jan 2026 6:21 pm

Malda |সম্পত্তি ভাগ হতেই ‘পর’ হলেন জন্মদাত্রী! পক্ষাঘাতে আক্রান্ত বৃদ্ধা মাকে মারধর করে বাড়িছাড়া করল দুই ছেলে

সামসী: মা কেবল জন্মদাত্রী নন, অমোঘ আশ্রয়। কিন্তু সম্পত্তি হাতে আসতেই সেই আশ্রয়কে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলার অভিযোগ উঠল মালদা (Malda) জেলার চাঁচলের (Chanchal) দুই ‘গুণধর’ ছেলের বিরুদ্ধে। পক্ষাঘাতে আক্রান্ত ৬৫ বছর বয়সি বৃদ্ধা মা রাবিয়া বেওয়াকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ছেলে ও তাঁদের স্ত্রীদের বিরুদ্ধে। হাড়কাঁপানো এই ঠান্ডায় পক্ষাঘাতে […] The post Malda | সম্পত্তি ভাগ হতেই ‘পর’ হলেন জন্মদাত্রী! পক্ষাঘাতে আক্রান্ত বৃদ্ধা মাকে মারধর করে বাড়িছাড়া করল দুই ছেলে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Jan 2026 6:17 pm

LIC Policy: ল্যাপস হয়ে গিয়েছে পলিসি! তাও কীভাবে বাঁচিয়ে তুলবেন তাকে?

Life Insurance Corporation of India: বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযানের ফলে সংস্থা প্রচুর বকেয়া ফান্ড ফেরত পাবে। আপনার পরিবারের আর্থিক সুরক্ষা ফিরে পাওয়ার এটাই সেরা সময়। দেরি না করে আপনার নিকটস্থ এলআইসি এজেন্ট বা শাখায় যোগাযোগ করুন।

টিভি 9 বাংলা 7 Jan 2026 6:17 pm

BJP: শমীকের জমানায় ঘোষিত হল BJP-র রাজ্য পদাধিকারীদের নাম, কাদের গুরুত্ব বাড়ল?

BJP state office bearers: বিজেপির রাজ্য পদাধিকারীদের তালিকা ঘোষণার পর কাদের গুরুত্ব বাড়ল, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজু বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘনিষ্ঠ। অনেকদিন রাজনীতির মূল স্রোতে দেখা যাচ্ছিল না তাঁকে। সহসভাপতি পদে রাখা হল তাঁকে। একসময় শমীক রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র ছিলেন। তাঁর জায়গায় প্রধান মুখপাত্রের দায়িত্ব পেলেন দেবজিৎ সরকার। সহসভাপতি পদে এসেছেন রাহুল সিনহা ঘনিষ্ঠ অমিতাভ রায়।

টিভি 9 বাংলা 7 Jan 2026 6:15 pm

ভোটের আগে নিশীথ গড়ে ভাঙন বিজেপিতে, উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগ নেতার

তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন কোচবিহার জেলা কিষাণ মোর্চার সহসভাপতি

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 6:12 pm

Bankura: ঢুকতে পারেন না পার্টি অফিসে, জামা-কাপড়ের দোকানে বসে পরিষেবা দেন কাউন্সিলর

মাঝের পুরসভা নির্বাচন বাদ দিলে গত বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন সবক্ষেত্রেই বাঁকুড়া শহরে শাসক তৃণমূলকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। অন্তর্দলীয় পর্যালোচনার কারণ হিসাবে শহরাঞ্চলে দলের অন্তর্দ্বন্দকেই দায়ী করেছে তৃণমূল নেতৃত্ব।

টিভি 9 বাংলা 7 Jan 2026 6:12 pm

মকর সংক্রান্তিতে গ্রহের মহাজোট: এই চার রাশির মানুষ মাটি ছুঁলেও হবে সোনা!

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করার ঘটনাকেই মকর সংক্রান্তি বলা হয়। এই দিন থেকেই শুরু হয় ‘উত্তরায়ন’—যা দেবতাদের দিন হিসেবে পরিচিত (বিপরীতে দক্ষিণায়ন হলো দেবতাদের রাত্রি)। কর্কট রাশিতে সূর্যের প্রবেশ পর্যন্ত এই শুভ সময় স্থায়ী থাকে।

টিভি 9 বাংলা 7 Jan 2026 6:09 pm

দক্ষিণেশ্বর থেকে ব্লু লাইনে রাতে বাড়ছে মেট্রো, বিমানবন্দর রুটেও অতিরিক্ত পরিষেবা

পরিষেবার আরও উন্নতি হবে তো, প্রশ্ন যাত্রীদের।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 6:06 pm

SIP in Mutual Funds: ধুঁকছে শেয়ার বাজার, আপনার টাকা কতটা সুরক্ষিত এসআইপিতে?

Systematic Investment Plan in Mutual Funds: পরিসংখ্যান বলছে, বাজারের প্রায় ৯০ শতাংশ শেয়ার তাদের সর্বোচ্চ দাম থেকে ২০ শতাংশের বেশি নীচে নেমেছে। ৫ হাজার ১৮৫টি কোম্পানি তালিকাভুক্ত থাকলেও মার্কেট ক্যাপ সেই হিসাবে ৪ লক্ষ ৭০ হাজার কোটি টাকাতেই থমকে। এই অস্থিরতায় আপনার প্রধান অস্ত্র হতে পারে এসআইপি।

টিভি 9 বাংলা 7 Jan 2026 6:03 pm

Suvendu Adhikari: মহিষাদলের পর কৃষ্ণনগর, ফের দেবী সরস্বতীর মূর্তি ভাংচুর, 'হিন্দুদের উপর পরিকল্পিত হামলা', গর্জে উঠলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ ও রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন। কলকাতায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, সমগ্র বাংলাদেশ বর্তমানে উগ্রপন্থীদের নিয়ন্ত্রণে চলে গেছে এবং তার প্রভাব এ রাজ্যেও পড়ছে। তাঁর বক্তব্য, “ওদেশে যা হচ্ছে, এখানেও হিন্দুদের উপর ক্রমাগত নির্যাতন চালানো হচ্ছে হচ্ছে।” শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ঘটনা ক্রমাগত বাড়ছে। তিনি আরও দাবি করে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দেবী সরস্বতীর মূর্তি ভাঙচুরের পর ফের নদিয়ার কৃষ্ণনগরেও দেবী সরস্বতীর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। West Bengal cold wave: জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়? বিরোধী দলনেতা আরও বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উভয় স্থানেই হিন্দু, হিন্দু সংস্কৃতি, হিন্দু দেবদেবী এবং হিন্দু পরিচয়ের উপর ধারাবাহিক নির্যাতন চালানো হচ্ছে। তাঁর দাবি, “একটি নির্দিষ্ট গোষ্ঠীই এই কাজ করছে। চরমপন্থী, মৌলবাদী, জিহাদি রাজনীতি এবং জামাতি রাজনীতির সঙ্গে যুক্ত শক্তিরা হিন্দুদের নির্মূল করতে চাইছে।” #WATCH | Kolkata: West Bengal LoP Suvendu Adhikari says, Entire Bangladesh has gone into the hands of extremists. It is happening there and it is happening here. Yesterday in Mahishadal, the idol of Goddess Saraswati was vandalised. Today, in Nadia's Krishnanagar, the idols of… pic.twitter.com/Dtjtbid4YS — ANI (@ANI) January 6, 2026 শুভেন্দু অধিকারীর আরও বক্তব্য, বাংলাদেশে বর্তমানে যে ক’জন হিন্দু অবশিষ্ট রয়েছেন, তাঁদেরও নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গেও হিন্দু সমাজের মানুষ ক্রমাগত আতঙ্ক ও চাপের মধ্যে রয়েছেন। Amartya Sen: অমর্ত্য সেনকে SIR নোটিশ? অভিষেকের দাবি ওড়ালেন নোবেলজয়ীর ঘনিষ্ঠের বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনা ক্রমশ উদ্বেগজনক আকার নিচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি অনুযায়ী, গত ১৮ দিনে বাংলাদেশে ছয় জন হিন্দুকে হত্যা করা হয়েছে। সম্প্রতি ছাত্রনেতা ওসমান শরীফ হাদির মৃত্যুকে ঘিরে গোটা দেশে অস্থিরতা ছড়িয়ে পড়ে। সংবাদ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একাধিক জেলায় হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অভিযোগ, ১৮ ডিসেম্বর দীপু দাস নামে এক হিন্দু যুবককে হত্যা করা হয়। এর পর থেকেই উগ্রপন্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন একাধিক হিন্দু যুবক। নিহতদের তালিকায় রয়েছেন দীপু চন্দ্র দাস, অমৃত মণ্ডল, বিজেন্দ্র বিশ্বাস, খোকন দাস, রানা প্রতাপ বৈরাগী এবং শরৎ চক্রবর্তী মণি। এই ঘটনাগুলি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। West Bengal News Live Updates: পাখির চোখ বিধানসভা ভোট, আজ দুই দিনাজপুরে অভিষেকের মেগা কর্মসূচি শুভেন্দু অধিকারীর দাবি, বাংলাদেশে হিংসা ও অগ্নিসংযোগের ধারাবাহিক ঘটনায় চলতি বছরে এখনও পর্যন্ত মোট ১৮৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Jan 2026 6:01 pm

হাতে ফোন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রলিং! জানেন এই অভ্যাস মহাবিপদ ডাকতে পারে?

সোশাল মিডিয়ার জৌলুস ভীষণভাবে আকৃষ্ট করছে তরুণদের। তাদের কাছে সোশ্য়াল মিডিয়াই বাস্তব। স্ক্রল করতে করতে বহু লোভনীয় জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছে তাঁরা। হারিয়ে ফেলছে ঠিক, ভুল, যাচাই করার ক্ষমতা। রাতে ফোন স্ক্রলিং নষ্ট করে ঘুম। আর কম ঘুমের জন্য় বাড়ছে মেজাজ খারাপ,মন খারাপ ও ডিপ্রেশনের ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে বিষয়টা একমুখী নয়। কেউ ডিপ্রেশনের কারণে বেশি স্ক্রল করছেন ,আবার কেউ অতিরিক্ত স্ক্রলিং করে পড়ছেন ডিপ্রেশনের কবলে।

টিভি 9 বাংলা 7 Jan 2026 5:57 pm

এগরার পুরপ্রধানকে গ্রেপ্তারের ‘প্রতিবাদে’গণইস্তফা স্থানীয় নেতৃত্বের, মিছিলে নাগরিক সমাজ

১ নম্বর খতিয়ানের জমি বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়ক।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 5:56 pm

BJP-Congress Alliance: এও সম্ভব! কংগ্রেসের সঙ্গে জোট বাঁধল বিজেপি

BJP-Congress Alliance: কংগ্রেস, বিজেপি ও অজিত পওয়ারের ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টি জোট করে। এই জোটের নাম দেওয়া হয় অম্বরনাথ বিকাশ আগাড়ি। এই জোটে ১৪ জন বিজেপি কাউন্সিলর, ১২ জন কংগ্রেস কাউন্সিলর, এনসিপির ৪ জন কাউন্সিলর এবং একজন নির্দল কর্পোরেটর ছিল।

টিভি 9 বাংলা 7 Jan 2026 5:56 pm

Dhaka-Karachi Flight |আকাশপথে জুড়ছে ঢাকা-করাচি, ২৯ জানুয়ারি থেকে ডানা মেলছে ‘বিমান বাংলাদেশ’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল (Dhaka-Karachi Flight)। ২৯ জানুয়ারি থেকে এই রুটে পুনরায় ডানা মেলবে বাংলাদেশের সরকারি বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ (Biman Bangladesh Airlines)। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন যাত্রাপথের বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে দু’দিন—প্রতি বৃহস্পতিবার এবং […] The post Dhaka-Karachi Flight | আকাশপথে জুড়ছে ঢাকা-করাচি, ২৯ জানুয়ারি থেকে ডানা মেলছে ‘বিমান বাংলাদেশ’ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Jan 2026 5:54 pm

Iman Chakraborty: ঠান্ডায় ত্রাহি ত্রাহি, পাহাড়ে গিয়ে কাকে আদরে ভরালেন ইমন?

গায়িকা ইমন চক্রবর্তী বেশ কিছুদিন ধরেই ঠান্ডায় একেবারে কাবু। কিন্তু, তারপরেও তিনি ঠান্ডার জায়গায় চলে গিয়েছেন। ঠাণ্ডায় জুবুথুবু, শহর কলকাতায় বসে তিনি এত অতিষ্ঠ ছিলেন যে সমাজ মাধ্যমে এমন পোস্ট করেছিলেন এই অসভ্যের ঠাণ্ডা কবে যাবে? আর সেই মানুষ এই ভীষণ ঠাণ্ডায় উত্তর বঙ্গে গান গাইছেন, প্রকৃতি উপভোগ করছেন। তাঁর সঙ্গে সঙ্গে ইমনের এক সুন্দর ভিডিও ভাইরাল হতেই, অনেকেই প্রশংসায় ভরালেন তাঁকে। কুয়াশায় দাঁড়িয়ে এক বৃহদাকার প্রানী যে এত ভালবাসা বুঝতে পারে, তা তাঁর শুঁড় হেলানো দেখেই বোঝা সম্ভব। সাইজে বড় হলেও, প্রাণীরা আজকাল মানুষের থেকে বেশি ভালবাসা বোঝে। ইমন তাঁকে আদরে ভরালেন। আর সে চুপটি করে আদর খেতে ব্যাস্ত। গায়িকা তাঁর নাম ধরে ধরে ডেকেই শুঁড়ে হাত বোলালেন। Gulshan Devaiah: দাম্পত্যে ভাঙন, ৫ বছর পর আবার প্রাক্তন স্ত্রীর সঙ্গেই প্রেম! সম্পর্কের পাঠ পড়ালেন গুলশন সে আর কেউ না, বরং এক হস্তি। ইমন তাঁর পিঠে চেপেই জলদাপাড়া ঘুরেছেন। এবং তারপর তাঁকে বেশ করে আদর করে দিয়েছেন। গায়িকাকে বলতে শোনা গেল, সোনা বাচ্চা, থ্যাঙ্ক ইউ! তোমায় ধন্যবাদ আম্রপাতি। তুমি খুব সোনা মেয়ে। তুমি খুব ভাল থেকো। টাটা। যদিও বা ইমন তাঁর ট্রেনার বিকাশের মেয়ে বলেই হাতিটিকে সম্বোধন করেন। এবং, বলাই বাহুল্য সেই হস্তিটি যে সব কথা বুঝতে পারছে, যেন আবারও একবার প্রমাণিত হল। ইমনের কথায় ঘাড় হেলাতে দেখা গেল তাঁকে। View this post on Instagram A post shared by Iman Chakraborty (@iman_chakraborty) এদিকে, ইমনের এই ভিডিও ভাইরাল হতেই কেউ কেউ এমন প্রশ্ন করে বসলেন, ওকে যে বাবা বললেন, বাবা কোনোদিন মেয়েদের পিঠে বসে? আবার কেউ কেউ বললেন এমন পেশা যে কেন আছে! কিন্তু বেশিরভাগ ইমনের প্রশংসা করেছেন। তাঁকে এমনও বলেছেন, আপনি যেটা করছেন, সেটা অনেকেই করে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Jan 2026 5:51 pm

ইটাহারে গাড়ির ছাদে দাঁড়িয়ে জনসংযোগ অভিষেকের, দুই দিনাজপুরকে বিরোধী শূন্য করার ডাক 

মহারাষ্ট্রে জেল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের সঙ্গেও এদিন দেখা করেন অভিষেক।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 5:48 pm

মাথায় ভেঙে পড়বে আকাশ, হাতে সময় থাকবে ৩ দিনেরও কম! সতর্কবাণী গবেষকদের

উপগ্রহগুলি যদি ২৪ ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তবে বিপর্যয়ের ঝুঁকি ৩০ শতাংশ বেড়ে যাবে!

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 5:48 pm

এবার ‘ব্যাটে মারা’র লক্ষ্য! বাংলাদেশের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত ভারতীয় সংস্থার

অনেক বাংলাদেশি ব্যাটার এসজি ব্যাট দিয়ে খেলেছেন।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 5:45 pm

ভারতের জার্সিতে এশিয়ান গেমসে পদক, নাগরিকত্ব বদলে এবার ‘শত্রু’র হয়ে খেলবেন তারকা শুটার

তারকা শুটারকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 5:42 pm

সাগর দত্ত হাসপাতালে দালাল চক্র ফাঁস! দেখুন ভিডিও

অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে কামারহাটি থানার পুলিশ। বরানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্পণ রায়।অর্পণ রায়ের বাবা বছর সত্তরের অনির্বাণ রায়ের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় বাড়িতেই। তারপর মৃতদেহ উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালের মর্গে পাঠায় বরানগর থানার পুলিশ।

টিভি 9 বাংলা 7 Jan 2026 5:40 pm

মকর সংক্রান্তিতে ঠিক এই সময়ই পূণ্যস্নান সেরে ফেলুন, গোটা বছর থাকবে হাতের মুঠোয়

পঞ্জিকা মতে, ২০২৬ সালে সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার। শাস্ত্রানুসারে, এই বিশেষ সন্ধিক্ষণে গঙ্গা স্নান এবং দান-ধ্যান করলে কয়েক গুণ বেশি পুণ্যফল লাভ হয়। কিন্তু প্রশ্ন হল, ঠিক কোন সময়টি স্নানের জন্য শ্রেষ্ঠ?

টিভি 9 বাংলা 7 Jan 2026 5:40 pm

লক্ষ লক্ষ নথি, সময়ে শেষ হবে ডিসক্রিপেন্সি শুনানি, প্রশ্ন উঠছে

চিঠিতে তাঁদের অভিযোগ, রাজ্যে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ মামলার বিষয়ে কোনও স্পষ্ট লিখিত নির্দেশিকা না থাকায় তাঁরা গুরুতর প্রশাসনিক ও আইনি সমস্যার মুখে পড়ছেন তাঁরা। সূত্রের দাবি, পূর্ববর্তী SIR-এ যেসব ভোটারের সঙ্গে লিঙ্কেজ ছিল, তাঁদের অনেককেই নতুন করে ‘নো ম্যাপিং’ কেস হিসেবে ধরে শুনানির নির্দেশ দেওয়া হচ্ছে।

টিভি 9 বাংলা 7 Jan 2026 5:40 pm

Purulia: পূর্বের আক্রোশ, প্রতিবেশী বৃদ্ধেকে SIR-এর ফর্ম না দেওয়ার অভিযোগ BLO-র বিরুদ্ধে

Kolkata: স্থানীয় সূত্রে খবর, ওই বুথের প্রথম বিএলও ছিলেন অরুণ কুমার। তিনি অসুস্থ হওয়ায় তার পরিবর্তে তুহিন মাহাতোকে বিএলও হিসেবে নিয়োগ করে নির্বাচন কমিশন। ভরত মাহাতোর পাশেই বাড়ি তুহিন মাহাতোর। পেশায় তিনি আদাবনা হাইস্কুলের শিক্ষক।

টিভি 9 বাংলা 7 Jan 2026 5:32 pm

Tamanna Khatun: হাসপাতাল থেকে ছাড়া পেলেন তামান্নার মা, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান সাবিনা, কারণ জানেন?

নদিয়ার কালীগঞ্জে বোমা হামলায় নিহত ছোট্ট তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান। সম্প্রতি বাড়িতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাবিনা। হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে তিনি কর্মীদের সঙ্গে কথা বলেন এবং মেয়ের বিচারের জন্য আইনি লড়াই অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের কিছু কথা জানাতে চান। সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একটু সময় দেন। আমার সঙ্গে পার্সোনালি কথা বলুন। মেয়েকে হারিয়ে আমি যে কি কষ্টে আছি, হয়তো উনি বুঝতে পারছেন না। তাই আমাকে বিচার দিতে চাইছেন না। আমি এসপির কাছে পিপি বদলের কথাও জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। তিনি সরকারি আইনজীবী বদলের দাবি জানিয়েছেন, যাতে মেয়ের মৃত্যুর বিচারের লড়াই সঠিকভাবে এগোতে পারে। আরও পড়ুন- West Bengal News Live Updates: 'ভাতা নয়, বেতন চাই', স্বাস্থ্য ভবনর সামনে আশা কর্মীদের বিরাট বিক্ষোভে ধুন্ধুমার উল্লেখ্য, নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের পর এলাকার তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন তামান্না খাতুন ও কয়েকজনের বাড়িকে লক্ষ্য করে বেপরোয়া বোমা হামলার অভিযোগ উঠেছিল। নিহত তামান্নার পরিবার সিপিএম সমর্থক হওয়ায় বেছে বেছে তাদের বাড়ি টার্গেট করা হয়েছিল বলে পরিবার অভিযোগ করেছে। ওই হামলায় নয় বছরের তামান্নার মর্মান্তিক মৃত্যু হয়। আরও পড়ুন- BLO death: ডাক্তার বলেছিলেন বিশ্রাম, তাও টানা কাজ, SIR-এর চাপেই BLO-র মর্মান্তিক মৃত্যুর অভিযোগ তদন্তে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে সব অভিযুক্ত গ্রেপ্তার হয়নি বলে পরিবার জানিয়েছে। এছাড়া পরিবারের দাবি, তাদের ওপর মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। আরও পড়ুন- ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে? এই মানসিক চাপ ও দুঃখ সহ্য করতে না পেরে সাবিনা ইয়াসমিন আত্মহত্যার চেষ্টা করেছিলেন। চিকিৎসার পর আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তামান্না খাতুনের পরিবার মেয়ের মৃত্যুর সুষ্ঠু বিচার ও সমস্ত অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে দৃঢ় অবস্থান নিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Jan 2026 5:31 pm

মালদহে TMC-র ‘গুলিতে’ আক্রান্ত তৃণমূলই

গুলিবিদ্ধ তৃণমূল কর্মী জামালুদ্দিন সেখ আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁর ছেলে সামিম সেখ। ভাইপো সাদ্দাম সেখ। অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বাবর আলী ও তাঁর ছেলে হেদায়েত।

টিভি 9 বাংলা 7 Jan 2026 5:31 pm

Hooghly: রাস্তায় ছাত্র VS পশু চিকিৎসক! ভর দুপুরে এমন চলল মারপিট যে ঘোল খেল পুলিশও

হুগলি মহসীন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্চিস্মান মোদক। তিনি এ দিন বাঁশবেড়িয়া থেকে চুঁচুড়ায় কলেজে যাচ্ছিলেন বাইক চালিয়ে। পশু চিকিৎসক বিপ্লব দাস নিজের চারচাকা গাড়ি চালিয়ে চুঁচুড়ার দিকেই যাচ্ছিলেন তাঁর চেম্বারে। সেই সময় যানজটে আটকে ওই ছাত্র চিকিৎসককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

টিভি 9 বাংলা 7 Jan 2026 5:26 pm

খসড়াতেই বাদ ৬.৫৯ কোটি ভোটারের নাম! দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে SIR

বিরোধীদের ভোটচুরির অভিযোগেই সিলমোহর দিচ্ছে SIR তথ্য?

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 5:25 pm

পর পর ফোন-ইমেল, ‘সিঁদুর’থামাতে আমেরিকার পায়ে পড়েছিল পাকিস্তান! দাবি মার্কিন নথিতেই

সিঁদুর অভিযান নিয়ে পাকিস্তানের 'মিথ্যা ভাষ্য' ফাঁস!

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 5:24 pm

AAP leader murder case |আপ নেতা খুনের বদলা, অমৃতসরে পুলিশের এনকাউন্টারে খতম মূলচক্রী গ্যাংস্টার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্জাবের তরণ তারণ জেলায় আম আদমি পার্টি (আপ) নেতা তথা পঞ্চায়েত প্রধান জরনৈল সিংকে (AAP leader murder case) জনসমক্ষে খুনের ঘটনায় বড়সড়ো সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার এক টানটান এনকাউন্টারে খতম করা হলো এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী গ্যাংস্টার হারনুর সিংকে। পুলিশের দাবি, হারনুরের নির্দেশেই গত রবিবার ভরা বিয়েবাড়িতে গুলি চালানো হয়েছিল। পুলিশ […] The post AAP leader murder case | আপ নেতা খুনের বদলা, অমৃতসরে পুলিশের এনকাউন্টারে খতম মূলচক্রী গ্যাংস্টার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Jan 2026 5:19 pm

Sukanta Majumdar |‘স্বৈরাচারী শাসন মুক্ত হবে বাংলা!’আসানসোলে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি সুকান্তের

আসানসোল: বুধবার সকালে বঙ্গ বিজেপির (BJP) নতুন রাজ্য কমিটি ঘোষণার পর আসানসোলে দলের জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে যোগ দেন সুকান্ত মজুমদার (MP Sukanta Majumdar)। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি দাবি করেন, এই কমিটিই বাংলার মানুষকে মমতার ‘স্বৈরাচারী শাসন’ থেকে মুক্তি দেবে। সুকান্তের কথায়, ‘২০২৬-এ নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার গড়বে। […] The post Sukanta Majumdar | ‘স্বৈরাচারী শাসন মুক্ত হবে বাংলা!’ আসানসোলে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি সুকান্তের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Jan 2026 5:14 pm

লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও ধর্মীয় মেরুকরণ বিজেপি বিধায়কের

যুক্তি, এই সরকারি প্রকল্প যে যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয় তাতে তা সবদিক থেকেই মুসলমান ভান্ডার। প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি বিধায়কের এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি, লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা বাংলার নারী শক্তি আগামী নির্বাচনে বিজেপিকে রাজ্য ছাড়া করবে বুঝতে পেরেই বিজেপি নেতারা এমন মন্তব্য করছেন।

টিভি 9 বাংলা 7 Jan 2026 5:13 pm

‘আমাদের আলো’, ‘বেবি কৌশলে’র সঙ্গে পরিচয় করালেন ভিকি-ক্যাটরিনা, কী নাম রাখলেন খুদের?

বলিপাড়ার মামা-মাসিরা ভালোবাসায় ভরিয়ে দিলেন ভিকি-ক্যাটরিনার সন্তানকে।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 5:11 pm

Honest Zodiac Signs: বাস্তবের 'সত্যবাদী যুধিষ্ঠির'! পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মিথ্যার আশ্রয় নেন না এই ৪ রাশি

Honest Zodiac Signs: জীবনে কখনও মিথ্যা বলেননি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ছোটবেলায় প্রায় সকলকেই শেখানো হয় যে মিথ্যা বলা পাপ, সত্যের পথেই চলা উচিত। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাস্তব জীবনের চাপ, পরিস্থিতির জটিলতা এবং সামাজিক বাধ্যবাধকতা মানুষকে অনেক সময় সত্য থেকে দূরে সরিয়ে দেয়। তবুও এমন কিছু মানুষ আছেন, তাঁরা যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন, মিথ্যার আশ্রয় নিতে স্বচ্ছন্দ বোধ করেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই মানসিকতা ও নৈতিক দৃঢ়তার পেছনেও রাশিচক্রের বড় ভূমিকা রয়েছে। জ্যোতিষশাস্ত্র বলে, প্রতিটি রাশির নিজস্ব চরিত্র, মূল্যবোধ ও নৈতিক দৃষ্টিভঙ্গি থাকে। কেউ আবেগপ্রবণ, কেউ কৌশলী, কেউ আবার নিয়ম ও আদর্শে বিশ্বাসী। সততা এমন একটি গুণ, যা সব রাশির মধ্যে সমানভাবে দেখা যায় না। পরিসংখ্যান ও জ্যোতিষ বিশ্লেষণে দেখা যায়, চারটি রাশির জাতক-জাতিকারা মিথ্যা না বলার ব্যাপারে অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে। এঁরা সবসময় যে একেবারেই মিথ্যা বলেন না, এমন নয়। তবে সত্যের পথে চলাকেই এঁরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি বলে মনে করেন। আরও পড়ুন- শীতের হিমেল হাওয়ায় সুখ খুঁজে পান, ঠান্ডায় কর্মক্ষমতা বাড়ে এই ৭ রাশির মেষ মেষ রাশির জাতক-জাতিকারা সাহসী ও স্পষ্টভাষী স্বভাবের হন। মঙ্গলের প্রভাবের কারণে এই রাশির মানুষদের মধ্যে দৃঢ়তা ও আত্মবিশ্বাস প্রবল। মিথ্যা কথা বলা তাঁদের স্বভাবের সঙ্গে মানানসই নয়। তাঁরা বিশ্বাস করেন, সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস, আর বিশ্বাস টিকে থাকে কেবল সত্যের ওপর। সত্য কঠিন হলেও মেষ রাশির মানুষ সেটাই বলতে পছন্দ করেন। নিজেরাও মিথ্যা বলেন না এবং অন্যের কাছ থেকেও স্পষ্ট ও সৎ আচরণ আশা করেন। তাই অনেক সময় তাঁদের কথা কঠোর শোনালেও, তার মধ্যে কোনও কৃত্রিমতা থাকে না। আরও পড়ুন- মানিপ্ল্যান্টে এই দুই সাধারণ জিনিস বেঁধে দিলেই বদলে যাবে ভাগ্য, বিদায় নেবে অর্থকষ্ট! কন্যা কন্যা রাশির জাতক-জাতিকারা যুক্তিবাদী ও বিশ্লেষণধর্মী মনোভাবের অধিকারী। বুধের প্রভাবে এঁরা চিন্তাভাবনায় পরিষ্কার এবং কথাবার্তায় সতর্ক। মিথ্যা বলা তাঁদের কাছে শুধু অনৈতিক নয়, অপ্রয়োজনীয় ঝামেলার কারণ। সত্য কথা বললে সাময়িক অসুবিধা হতে পারে, তা জেনেও কন্যা রাশির মানুষ মিথ্যার পথ বেছে নেন না। তাঁদের বিশ্বাস, সত্য একবার প্রকাশ পেলে দীর্ঘমেয়াদে মানসিক শান্তি বজায় থাকে। এই কারণেই এঁরা এমন মানুষদের থেকে দূরে থাকতে পছন্দ করেন, যাঁরা ঘন ঘন মিথ্যার আশ্রয় নেন। আরও পড়ুন- খাবার টেবিলে এই ৫ জিনিস রাখলেই শুরু ঘোর অমঙ্গল, পারিবারিক অশান্তি অনিবার্য! ধনু ধনু রাশির জাতক-জাতিকারা সোজাসাপটা ও খোলামেলা স্বভাবের জন্য পরিচিত। বৃহস্পতির প্রভাবে এঁদের মধ্যে নৈতিকতা ও আদর্শবাদ প্রবল। ধনু রাশির মানুষ যা ভাবেন, তা সরাসরি প্রকাশ করতে দ্বিধা করেন না। লোকের পিছনে কথা বলা বা বানানো গল্প তৈরি করা তাঁদের একেবারেই পছন্দ নয়। মিথ্যা কথা এঁদের কাছে বিরক্তিকর এবং অপ্রয়োজনীয়। মানুষ কষ্ট পেলেও ধনু রাশির জাতক-জাতিকারা সত্যিটাই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ তাঁদের মতে সাময়িক সুখের জন্য মিথ্যা বলা ভবিষ্যতে বড় সমস্যার সৃষ্টি করতে পারে। আরও পড়ুন- হাতের তালুতে থাকা এই ৫ চিহ্ন একজন ব্যক্তিকে অত্যন্ত ধনী এবং সম্মানিত করে তোলে মকর মকর রাশির জাতক-জাতিকারা শৃঙ্খলা, নিয়ম ও দায়িত্ববোধে বিশ্বাসী। শনির প্রভাবে এই রাশির মানুষরা জীবনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেন। তাঁদের কাছে মিথ্যা বলা মানে নিজের নীতিবোধের সঙ্গে আপস করা। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, সত্যের পথ থেকে সরে আসা তাঁদের পক্ষে সহজ নয়। মকর রাশির মানুষ বিশ্বাস করেন, সত্যই শেষ পর্যন্ত সুরক্ষা দেয় এবং সম্মান বজায় রাখে। এই বিশ্বাসের ওপর ভর করেই তাঁরা ব্যক্তিগত ও পেশাগত জীবন পরিচালনা করেন। এই চার রাশির মানুষদের মধ্যে একটি মিল স্পষ্ট। এঁরা সবাই বিশ্বাস করেন যে সত্য বলা শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং মানসিক শক্তির পরিচয়। বাস্তব জীবনে সততার পথ সবসময় সহজ হয় না। তবুও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতক-জাতিকারা কঠিন পরিস্থিতিতেও সত্যের আশ্রয় নিতে চেষ্টা করেন। ঠিক যেন বাস্তব জীবনের ‘সত্যবাদী যুধিষ্ঠির’, যাঁদের কাছে সত্যই শেষ কথা।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Jan 2026 5:10 pm

সিঙ্গুরের সেই জমিতে যাবেন মোদী!

আগামী ১৭ জানুয়ারি মালদহে সভা করবেন মোদী। এরপর ১৮ জানুয়ারি হাওড়ায় সভা করার কথা ছিল। তবে সেই সভা নিয়ে আবদার করে গেরুয়া শিবিরের। রাজ্যের শীর্ষ নেতৃত্ব চায়, হাওড়ার বদলে হুগলির সিঙ্গুরেই জনসভা করা হোক। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই সিঙ্গুরে বাড়তি জোর গেরুয়া শিবিরে। তাই সেই মর্মে মোদীর সভাও ওই সিঙ্গুরেই চান তাঁরা।

টিভি 9 বাংলা 7 Jan 2026 5:06 pm

মায়ের সঙ্গে বয়সের পার্থক্য ১৫ বছর, অমর্ত্য সেনের প্রতীচীতে BLO

কমিশন সূত্রের খবর, অমর্ত্য সেনের মায়ের সঙ্গে বয়েসের পার্থক্য ১৫ বছর। তাই ডাকা হয়েছে লজিকাল ডিস্ক্রিপেন্সি হিসাবে। বুধবার সকালেই বোলপুরের শান্তিনিকেতনে অমর্ত্য সেনের প্রতিচী বাড়িতে আসেন বিএলও শ্যামাব্রত মুখোপাধ্যায় ।

টিভি 9 বাংলা 7 Jan 2026 5:05 pm

অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, তবে যেতে হবে না কেন্দ্রে

কমিশনের সূত্র বলছে, অমর্ত্যের পূরণ করা এসআইআর ফর্মে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত ভুল রয়েছে। কমিশন সূত্রের খবর, অমর্ত্য সেনের মায়ের সঙ্গে বয়েসের পার্থক্য ১৫ বছর। তাই ডাকা হয়েছে লজিকাল ডিস্ক্রিপেন্সি হিসাবে।

টিভি 9 বাংলা 7 Jan 2026 5:03 pm

Election 2026: এবারের ভোটে দফা ভিত্তিক আরও বেশি বাহিনীর প্রস্তাব: সূত্র

West Bengal Election 2026: ২০১১ সালে বিধানসভা ভোট হয়েছিল ৬ দফায়। ২০১৬ সালে বিধানসভা ভোট হয়েছিল ৭ দফায়। এবার ৮ দফার কমে ভোট করা নিয়ে আলোচনা চলছে বলে খবর। প্রতি দফায় আরও বেশি সংখ্যক বাহিনী মোতায়েনের প্রস্তাব বৈঠকে। দফা কমানো হলে বেশি বাহিনী চাই, বৈঠকে এমনই আর্জি জানিয়েছেন সিইও। খবর সূত্রের।

টিভি 9 বাংলা 7 Jan 2026 4:57 pm

SIR: অসুস্থ ছিলেন, লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আরও অসুস্থ হয়ে পড়লেন, বিতর্ক

SIR In WB: প্রত্যক্ষদর্শীরা জানান , শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও প্রায় কুড়ি মিনিট ধরে তিনি জেলাশাসকের দপ্তরের সামনে পড়ে ছিলেন। সেই সময় প্রয়োজনীয় চিকিৎসা বা প্রশাসনিক সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ। তবে ঘটনাস্থলে মিডিয়ার উপস্থিতি লক্ষ্য করতেই তৎপর হয় জেলা প্রশাসন।

টিভি 9 বাংলা 7 Jan 2026 4:54 pm

ঝুকেগা নেহি…প্রোটিয়াদের বিরুদ্ধে ফের ঝড় তুলে পুষ্পা সেলিব্রেশন ‘অধিনায়ক’বৈভবের

বুধবার ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছে ১৪ বছরের বিস্ময় প্রতিভা।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 4:51 pm

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের মাঝেই নেতানিয়াহুকে ফোন মোদির, কী কথা দুই রাষ্ট্রপ্রধানের?

নেতানিয়াহুকে ফোন করে নতুন বছরের শুভেচ্ছা জানান মোদি।

সংবাদপ্রতিদিন 7 Jan 2026 4:51 pm

Kolkata Real Estate: দিল্লি-মুম্বইকে টেক্কা, তবুও কি মধ্যবিত্তের নাগালে কলকাতার রিয়েল এস্টেট?

Kolkata vs Delhi and Mumbai in Real Estate: আপনি কি জানেন, গত ছয় মাসে কলকাতায় অফিস লিজ নেওয়ার হার বেড়েছে প্রায় ৭৮ শতাংশ? রাজারহাট-নিউ টাউন ও সল্টলেক সেক্টর ফাইভ; এই দুই এলাকা একাই ৯৫ শতাংশ লিজ দখল করে রেখেছে। ফ্লেক্স-স্পেস বা আইটি সেক্টরের দাপটে কলকাতায় অফিসের ভাড়া বেড়েছে ১৬ শতাংশ।

টিভি 9 বাংলা 7 Jan 2026 4:49 pm

Hamas-lashkar: বিপদঘণ্টি ভারতেও, পাকিস্তানে লস্করের অনুষ্ঠানে নাকি প্রধান অতিথি হামাস কম্যান্ডার!

India-Pakistan: অপারেশন সিঁদুরের পর হামাস জঙ্গি সংগঠনের তরফে লস্কর-ই-তৈবার পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তারা যে জঙ্গি নেটওয়ার্ককে বৃদ্ধি করার জন্য রীতিমতো জোট বাঁধছে, তা এই ছবিতেই পরিষ্কার হয়ে গেল। স্বাভাবিকভাবেই হামাস এবং লস্কর জোট বাঁধায় কিছুটা হলেও চিন্তার মেঘ ভারতের আকাশে।

টিভি 9 বাংলা 7 Jan 2026 4:48 pm

BJP |বিজেপি সাংগঠনিক সভায় ‘তৃণমূলি’হামলা!’ দিনহাটায় ভাঙল মঞ্চ, তুঙ্গে রাজনৈতিক তরজা

দিনহাটা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) প্রাক্কালে ফের তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা (Dinhata)। বুধবার দুপুরে দিনহাটা ১ নম্বর ব্লকের ছোট বোয়ালমাড়ি এলাকায় বিজেপির একটি সাংগঠনিক সভার মঞ্চ ও সভাস্থল ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির দিকেই আঙুল তুলেছে শাসকদল। […] The post BJP | বিজেপি সাংগঠনিক সভায় ‘তৃণমূলি’ হামলা!’ দিনহাটায় ভাঙল মঞ্চ, তুঙ্গে রাজনৈতিক তরজা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Jan 2026 4:48 pm

Malda: তৃণমূল বিধায়ককে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর, সেই কেন্দ্রেই প্রার্থী মৌসম?

Mausam Benazir Noor: রাজনৈতিক মহলের একাংশ বলছে, গত বিধানসভা ভোটের সময় এনআরসি ইস্যুকে হাতিয়ার করেছিল তৃণমূল। এবারে মোহভঙ্গ হয়েছে মুসলিমদের। এরই মধ্যে মৌসম নূর কংগ্রেসে ফিরে সেই পরিবারকেই সামনে রেখেছেন। পরম্পরার কথা বলেছেন। মানে আবার ভোটের স্বার্থে গনি খান চৌধুরীকে ফিরিয়ে এনেছেন।

টিভি 9 বাংলা 7 Jan 2026 4:48 pm

Jalpaiguri School: একজন ভর্তিতে নেই, তিন সন্তান হলেই ছাড়! বাড়তি ফি নিয়ে ‘আজব অফার’ এই স্কুলে

Jalpaiguri: অভিযোগ, এক সন্তানের ক্ষেত্রে সাড়ে চারশো টাকা নেওয়া হলেও, বাড়ির তিন সন্তান একই স্কুলের পড়ুয়া হলে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। মূলত স্কুলের গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীদের মাসিক সাম্মানিক দেওয়ার জন্য করে পড়ুয়াদের কাছ থেকে এই অতিরিক্ত অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে। অতিরিক্ত অর্থ যে নেওয়া হচ্ছে তা মানছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

টিভি 9 বাংলা 7 Jan 2026 4:46 pm

মারমুখী জনতার হাত থেকে প্রাণ বাঁচাতে ঝাঁপ… তারপর

মারমুখী জনতার হাত থেকে প্রাণ বাঁচাতে তিনি দৌড়তে থাকেন। ঝাঁপ দেন পাশের একটি খালে। কিন্তু আর উঠতে পারেননি। পরে তাঁর দেহ উদ্ধার করা হয়। বিগত কয়েকদিনে সপ্তম হিন্দুর মৃত্যুর খবর মিলল বাংলাদেশে। ইউনূস সরকারের কাছে ভারত সরকার একাধিকবার অনুরোধ করেছে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু ফল কিছুই হয়নি।

টিভি 9 বাংলা 7 Jan 2026 4:42 pm

Ear Cancer Symptoms: কানের মোম কি ক্যান্সারের ইঙ্গিত দেয়? প্রথম স্তরের ৪টি প্রাথমিক লক্ষণ জানুন

Ear Cancer Symptoms: কান আমাদের শরীরের একটি অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। আমরা সাধারণত কানে ব্যথা, চুলকানি বা মোম জমাকে খুবই সাধারণ সমস্যা বলে ধরে নিই। অনেক সময় নিজেরাই ঘরোয়া উপায়ে কান পরিষ্কার করার চেষ্টা করি এবং উপসর্গগুলো উপেক্ষা করি। কিন্তু চিকিৎসকদের মতে, কানের কিছু উপসর্গ দীর্ঘদিন ধরে চলতে থাকলে তা গুরুতর রোগের ইঙ্গিতও হতে পারে। বিশেষ করে কানের ক্যান্সার একটি বিরল হলেও বিপজ্জনক রোগ, যার প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ কানের সমস্যার মতোই দেখা দেয়। কানের মোম স্বাভাবিকভাবেই কানের সুরক্ষার জন্য প্রয়োজনীয়। এটি ধুলোবালি ও জীবাণু ঢোকা আটকায়। কিন্তু হঠাৎ করে যদি কানের মোমের রঙ বদলে যায়, খুব বেশি পরিমাণে বের হতে থাকে বা তার সঙ্গে ব্যথা ও রক্তপাত যুক্ত হয়, তাহলে সেটি অবহেলা করা উচিত নয়। চিকিৎসা বিজ্ঞানে দেখা গেছে, কানের খাল বা মধ্যকর্ণে অস্বাভাবিক কোষ বৃদ্ধির ফলে এমন পরিবর্তন হতে পারে। যদিও প্রতিটি ক্ষেত্রেই এটি ক্যান্সার নয়, তবে ঝুঁকি উড়িয়ে দেওয়া ঠিক নয়। আরও পড়ুন- হু গাইডলাইন অনুযায়ী কত টিডিএস নিরাপদ? আরও জলের আসল সত্য জানুন! কানের ক্যান্সার সাধারণত তিন ধরনের হয়ে থাকে। বাইরের কানের ক্যান্সার সাধারণত ত্বক থেকে শুরু হয়। প্রথমে এটি ছোট ক্ষত, ঘা বা তিলের মতো দেখালেও ধীরে বড় আকার ধারণ করতে পারে এবং কানের ভেতরের অংশে ছড়িয়ে পড়তে পারে। এই ধরনের ক্যান্সার সূর্যের অতিরিক্ত আলোতেও বাড়তে পারে, তাই দীর্ঘদিন রোদে থাকা মানুষের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক বেশি। আরও পড়ুন- জেনে নিন শীতকালে মুখে গোলাপ জল লাগানোর সঠিক উপায়, ত্বক থাকবে নরম আর কোমল কানের খালের ক্যান্সার কানের ভেতরের সরু পথে হয়। এই অংশে টিউমার তৈরি হলে শুরুতে সামান্য অস্বস্তি, চুলকানি বা চাপ লাগার অনুভূতি হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে ব্যথা বাড়ে এবং কখনও কখনও কান থেকে অস্বাভাবিক স্রাব বা রক্তপাত দেখা যায়। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা সম্ভব হলেও দেরি হলে সমস্যা জটিল হয়ে ওঠে। আরও পড়ুন- হাড়কাঁপানো ঠান্ডায় ঘরে বসেই করুন এই ৫ সহজ ব্যায়াম, জিমে যাওয়ার দরকার নেই! মধ্যকর্ণের ক্যান্সার তুলনামূলকভাবে কম হলেও এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। এই অবস্থায় তীব্র কান ব্যথা, শ্রবণশক্তি হ্রাস এবং মাথার ভেতরে চাপ অনুভূত হতে পারে। অনেক ক্ষেত্রে এই ব্যথা ওষুধ খাওয়ার পরেও কমে না। দীর্ঘদিনের কানের সংক্রমণ থেকেও মধ্যকর্ণের ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে বলে চিকিৎসকেরা মনে করেন। আরও পড়ুন- প্রতিদিন সকালে জলের সঙ্গে এটি পান করুন, ত্বক ও চুল হবে উজ্জ্বল! কানের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ হল, অবিরাম কান ব্যথা। এটি এমন একটি ব্যথা যা বিশ্রাম নিলেও বা সাধারণ ব্যথানাশক খেলেও পুরোপুরি সারে না। অনেকেই এটিকে সাধারণ সংক্রমণ ভেবে অবহেলা করেন, ফলে রোগটি বেড়ে যায়। আরেকটি লক্ষণ হল, কানে বাজতে থাকা বা বাঁশির মতো শব্দ শোনা। অনেক সময় কানের ময়লা পরিষ্কার করলে সাময়িকভাবে কমলেও সমস্যা যদি বারবার ফিরে আসে, তাহলে পরীক্ষা জরুরি। আরও পড়ুন- দেশি স্বাদে বেগুনের এই সুস্বাদু পদগুলি না খেলে মিস করবেন কান থেকে ঘন ঘন রক্তপাত হওয়াও একটি গুরুতর সতর্ক সংকেত। এটি সাধারণ আঘাত বা সংক্রমণের কারণেও হতে পারে, কিন্তু যদি বারবার হয় এবং সঙ্গে ব্যথা বা শ্রবণশক্তি কমে যাওয়ার লক্ষণ থাকে, তাহলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। এছাড়াও কানের চারপাশে বা ভেতরে চুল পড়া, ত্বকের রঙ বদল বা ক্ষত তৈরি হওয়াও অস্বাভাবিক কোষ বৃদ্ধির ইঙ্গিত হতে পারে। দরকার সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সচেতনতা। কানের ক্যান্সার বিরল হলেও এর প্রাথমিক লক্ষণগুলো জানা থাকলে সময়মতো চিকিৎসা সম্ভব। কানের মোমের রঙ হঠাৎ লালচে বা কালচে হয়ে যাওয়া, তীব্র ব্যথা, রক্তপাত কিংবা দীর্ঘদিনের শ্রবণ সমস্যাকে কখনও হালকাভাবে নেওয়া উচিত নয়। নিজে কান পরিষ্কার করার বদলে এই ধরনের উপসর্গ দেখা দিলে অবশ্যই নাক-কান-গলা বিশেষজ্ঞের কাছে যাওয়া প্রয়োজন। সঠিক সময়ে পরীক্ষা ও চিকিৎসা কানের ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমাতে পারে। তাই কানের ছোট পরিবর্তনকেও গুরুত্ব দিন, কারণ সচেতনতা ও দ্রুত পদক্ষেপই সুস্থ থাকার সবচেয়ে বড় চাবিকাঠি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Jan 2026 4:41 pm