SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

PM Modi on X: ট্রাম্পকে ‘পিছনে ফেলে’ এগিয়ে গেলেন মোদী, X-এ উঠল ঝড়

PM Modi News: এবার সেই সমাজমাধ্যমেই জয়-জয়কার মোদীর। ১০৮ মিলিয়ন বা ১০ কোটিরও অধিক ফলোয়ার নিয়ে এক্স হ্য়ান্ডেলে 'মোস্ট ফলোয়ড পার্সনদের' তালিকায় চতূর্থ স্থানাধিকার করলেন তিনি। অবশ্য মোদী ছাড়াও এই তালিকায় আর কে কে রয়েছেন? এক্স-এর এই মোস্ট ফলোয়ড পার্সন-এর তালিকায় শীর্ষে রয়েছেন এক্স-এর কর্তা ইলন মাস্ক।

টিভি 9 বাংলা 1 Nov 2025 7:28 pm

রিচার হাতে বিশ্বকাপ দেখতে মুম্বই পাড়ি পরিবারের, ‘ঘরের মেয়ে’র জন্য প্রার্থনায় মগ্ন শিলিগুড়ি

'ঘরের মেয়ে'কে নিয়ে আশায় বুক বাঁধছে শিলিগুড়ি।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 7:24 pm

SIR 2025: ভোটের আগে ভোটার যাচাই! SIR-এ কোন কোন নথি লাগবে? জেনে নিন ঝটপট

নির্বাচন কমিশন (ECI) দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR)-এর দ্বিতীয় দফা শুরু করেছে ২৮ অক্টোবর, ২০২৫ থেকে। এই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হল — আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, পুদুচেরি, ছত্তিশগড়, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং লক্ষদ্বীপ। এই পর্যায়ের সংশোধনের আওতায় আসছে প্রায় ৫১ কোটি ভোটার। আরও পড়ুন- West Bengal news live updates:SIR আতঙ্কে আত্মহত্যা! বারাকপুরে গৃহবধূর মৃত্যুতে তুমুল চাঞ্চল্য, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি প্রথম দফার অভিজ্ঞতা: এর আগে বিহারে অনুষ্ঠিত হয়েছিল SIR-এর প্রথম দফা। সেখানে ভোটার তালিকা পুনর্বিবেচনার পর ৬৮ লক্ষাধিক নাম মুছে ফেলা হয়েছিল বলে কমিশনের তরফে জানানো হয়েছে। আরও পড়ুন- Suvendu Adhikari:'বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও!', SIR ইস্যুতে হুংকার শুভেন্দুর দ্বিতীয় দফার সময়সূচি: এই পর্যায়ে বাড়ি-বাড়ি গণনা (house-to-house enumeration) চলবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত। এরপর খসড়া ভোটার তালিকা (draft rolls) প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর, ২০২৫-এ। আরও পড়ুন- Kolkata News:‘হাজিরা নেই, মর্যাদাও নেই’, SIR নিয়ে BLO-দের প্রশিক্ষণে ক্ষোভের আগুন নজরুল মঞ্চে কোন কোন নথি লাগবে: নির্বাচন কমিশন ‘Indicative (not Exhaustive) Documents’ নামে প্রয়োজনীয় নথির একটি তালিকা প্রকাশ করেছে, যা ভোটার তালিকা সংশোধনের সময় ব্যবহার করা যাবে। নথিগুলির তালিকা: ১. কেন্দ্র বা রাজ্য সরকার/পিএসইউ কর্মী বা পেনশনভোগীর পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার ২. ভারত সরকার/ব্যাংক/স্থানীয় কর্তৃপক্ষ বা পিএসইউ কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র/সনদপত্র ৩. স্বীকৃত কর্তৃপক্ষের জন্ম সনদ ৪. পাসপোর্ট ৫. মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের সনদপত্র ৬.রাজ্য কর্তৃপক্ষের প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদ (Permanent Resident Certificate) ৭.বন-অধিকার সনদ (Forest Rights Certificate) ৮. ওবিসি/এসটি/এসসি বা অন্য যেকোনো জাতিগত সনদপত্র ৯. জাতীয় নাগরিক নিবন্ধনপত্র (NRC), যেখানে বিদ্যমান ১০. রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের প্রস্তুতকৃত পরিবার নিবন্ধন ১১. সরকারি সংস্থার প্রদত্ত জমি বা বাড়ি বরাদ্দ সনদ ১২.আধার সংক্রান্ত বিষয়ে কমিশনের নির্দেশ (পত্র নং ২৩/২০২৫-ইআরএস/ভলিউম II, তারিখ ৯.০৯.২০২৫ অনুযায়ী) আরও পড়ুন- LPG price:মাস পয়লায় বাম্পার সুখবর! হু হু করে কমল রান্নার গ্যাসের দাম নির্বাচন কমিশন জানিয়েছে, গৃহগণনা চলাকালীন কোনো নথি জমা দিতে হবে না। সংশ্লিষ্ট নথি কেবল যাচাই ও খসড়া প্রকাশের পর্যায়ে প্রযোজ্য হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Nov 2025 7:11 pm

Siliguri |গাছে এখন ঝুলছে ভাগ্য

পারমিতা রায়, শিলিগুড়ি: শহরে এখন নাকি ভাগ্যও টবে জন্মায় (Siliguri)। তাই ম্যাজিক আংটি ছেড়ে অনেকে ভরসা করছেন ছোট ছোট গাছে (Plant)। একটুখানি সবুজেই নাকি কমবে ইএমআইয়ের চাপ, বসের রাগ, আর বাড়তি টেনশন। তাই কেউ কিনছেন লাকি ব্যাম্বু কেউ আবার পিস লিলি, স্নেক প্ল্যান্ট, জেড প্ল্যান্ট সহ আরও অনেক ধরনের ইন্ডোর প্ল্যান্ট। বাড়িতে শান্তি আসবে, টাকাপয়সা […] The post Siliguri | গাছে এখন ঝুলছে ভাগ্য appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 7:11 pm

Kolakham Festival |অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নজর কোলাখাম ফেস্টিভালে

তমালিকা দে, শিলিগুড়ি: জেন জেড থেকে আশি, ঘরবন্দি জীবন এখন অধিকাংশরই বাদের খাতায়। প্রকৃতিকে নতুনভাবে চেনার জন্য মুখিয়ে থাকেন সকলেই। প্রাকৃতিক সৌন্দর্যকে নতুন করে তুলে ধরেছে যেন কোলাখাম পাহাড়। কোলাখামের সৌন্দর্য পর্যটকদের কাছে তুলে ধরে স্থানীয় তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগী হয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। পাহাড়ে কীভাবে পর্যটনের নতুন জায়গা খুঁজে বের করে পর্যটকদের কাছে […] The post Kolakham Festival | অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নজর কোলাখাম ফেস্টিভালে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 7:04 pm

SIR: উত্তর দমদমের ওল্ড বাকরা এলাকা থেকে হঠাৎ ‘উধাও’ একাধিক পরিবার, নেপথ্যে SIR?

North Dumdum Municipality: উত্তর দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ড ওল্ড বাকরায় গিয়ে দেখা গেল, একাধিক বাড়িতে তালাবন্ধ। এখানে যাঁরা বসবাস করেন, তাঁরা কেউ কাগজ কুড়োনোর কাজ করেন। কেউ অন্যের বাড়িতে গৃহসহায়িকার কাজ করেন। যেসব বাড়িতে তালাবন্ধ, সেইসব বাড়ির বাসিন্দারা কোথায় গেলেন?

টিভি 9 বাংলা 1 Nov 2025 7:02 pm

Shah Rukh Khan: এই অভিনেত্রীর যমজ ভাই হয়েছিলেন শাহরুখ! পরে আফসোসের শেষ ছিল না কিং খানের?

Shah Rukh Khab Birthday: ভারতীয় সিনেমার অন্যতম সুশ্রী ও প্রতিভাবান অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন- আজ তিনি আরও এক বছর অতিক্রম করেছেন। সৌন্দর্য, আভিজাত্য ও অভিনয়ের মুন্সিয়ানায় তিনি বরাবরই দর্শকদের মুগ্ধ করেছেন। বড় পর্দায় তিনি অসংখ্য শীর্ষ তারকার সঙ্গে কাজ করেছেন, তবে শাহরুখ খানের সঙ্গে তাঁর জুটি যে এক অনন্য জাদু তৈরি করেছিল, তা ভক্তদের কাছে আজও অমলিন। বিশেষত দেবদাস–এ তাঁদের রসায়ন আজও দারুণ জনপ্রিয়। তবে অনেকেই ভুলে যান, দেবদাস–এর সেই সুন্দর জুটির আগেও এই দুই তারকা এক ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন- কিন্তু সেখানে তাঁদের সম্পর্ক ছিল সম্পূর্ণ ভিন্ন। বলিউডি রোমান্স নয়, বরং ওই ছবিতে তাঁরা ছিলেন জমজ ভাইবোন! SRK birthday 2025 Unknown facts: শাহরুখের ভক্ত? রইল আপনার জন্য কিং খানের এই অজানা তথ্য যা আর কেউ জানেনা ২০০০ সালে মুক্তি পেয়েছিল মনসুর খানের পরিচালিত জোশ। গোয়ার রঙিন প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন-ড্রামায় শাহরুখ অভিনয় করেছিলেন ‘ঈগল’ গ্যাংয়ের সাহসী নেতা ম্যাক্সের চরিত্রে, আর ঐশ্বর্যা ছিলেন তার প্রাণপ্রিয় ও উচ্ছল বোন শার্লি। ছবিতে তাঁদের স্নেহভরা সম্পর্ক দর্শকদের মনে দাগ কেটেছিল। তবে তখনই সকলের নজর কেড়েছিল অদ্ভুত কাস্টিং- বলিউডের দুই আকর্ষণীয় তারকা, অথচ রোমান্টিক জুটি নয়, জমজ ভাইবোন! অনেক দর্শকই ভাবছিলেন, এঁদের মধ্যে প্রেমের গল্প দেখালে কেমন হতো। SRK Birthday: রোম্যান্টিক কিংয়ের রোম্যান্সের হাতছানি! জন্মদিনের আগে শাহরুখের এই ৭টি প্রেমের গান শুনলে হয়ে যাবেন জিয়া নস্ট্যাল বছর কয়েক পরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ খান হাসতে হাসতেই জানিয়েছিলেন, তাঁর অন্যতম বড় আফসোস হলো- বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলার সঙ্গে প্রথমবার একই ছবিতে কাজ করলাম, আর সেখানে ওর ভাই হলাম! শাহরুখ মজা করে আরও বলেন, অনেকেই নাকি তাঁকে বলেছিলেন, তাঁরা দেখতে নাকি একদম জমজের মতো। আর সেখানেই নিজের স্বভাবসুলভ রসিকতায় তিনি যোগ করেন- যদি ঐশ্বর্যা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হন, আর তিনি তাঁর যমজ হন, তাহলে তিনিও নিশ্চয়ই বেশ সুদর্শন!

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Nov 2025 7:01 pm

‘স্বপ্নপূরণ হবে দেশের সব মহিলা ক্রিকেটারের’, স্মৃতিদের বিশ্বজয় নিয়ে আশাবাদী ‘কামব্যাক ক্যুইন’রুমেলি

ফাইনালে কী করা উচিত হরমনপ্রীতদের? মতামত দিলেন ভারতের প্রাক্তন তারকা।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 7:01 pm

NBMCH |বেওয়ারিশ লাশের পাহাড় উত্তরবঙ্গ মেডিকেলে, সমস্যা মিটবে কবে?

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: বেওয়ারিশ মরদেহ দাহ করার জন্য সরকারি কোনও সহায়তা দেওয়া হচ্ছে না। ন্যূনতম খরচটুকুর ব্যবস্থাও নেই। আর তাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের (NBMCH) মর্গে মরদেহের পাহাড় জমলেও দাহ করার কোনও ব্যবস্থাই হচ্ছে না। ফরেন্সিক বিভাগের প্রধান একাধিকবার শিলিগুড়ির পুলিশ কমিশনার থেকে মহকুমা শাসক, সর্বস্তরেই চিঠি দিয়ে মৃতদেহগুলি দাহ করার উদ্যোগ নিতে বলেছেন। […] The post NBMCH | বেওয়ারিশ লাশের পাহাড় উত্তরবঙ্গ মেডিকেলে, সমস্যা মিটবে কবে? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 7:00 pm

Mal Municipality |মাল পুরসভায় ফের অডিট সত্ত্বেও সংশয়

মালবাজার: মাল পুরসভায় (Mal Municipality) অডিট করতে এল অডিটর জেনারেল অফ বেঙ্গলের (এজি বেঙ্গল) তিন সদস্যের টিম।‌ ২১ নভেম্বরের মধ্যে এই অডিট শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে। পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ি বলেন, ‘অডিট হলে অসুবিধা নেই, আমাদের কাজ রাজ্য প্রশাসনকে সহযোগিতা করা।’ ২৯ অক্টোবর থেকে মাল পুরসভায় শুরু হয়েছে এই অডিট। তবে কোনও বিশেষ কারণে […] The post Mal Municipality | মাল পুরসভায় ফের অডিট সত্ত্বেও সংশয় appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 6:57 pm

Malda News: ‘সরকার পাশে দাঁড়াক, নয়ত আত্মহত্যা করতে হবে, আমাদের সব শেষ-শেষ-শেষ’

অতিভারী বৃষ্টিতে ভয়াবহ ক্ষতির মুখে হাজার-হাজার কৃষক। বিঘার পর বিঘা ধানের জমি জলের তলায়। সম্পূর্ণ নষ্ট। এখন পরিপক্ক ধান তোলার সময়। কিন্তু সেই ধান আর তোলার সুযোগ হল না। তার আগেই বৃষ্টিতে সব ফসল নষ্ট। চরম ক্ষতিগ্রস্ত মালদার চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া সহ একাধিক ব্লক। একই সঙ্গে চরম ক্ষতিগ্রস্ত হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েত।

টিভি 9 বাংলা 1 Nov 2025 6:57 pm

বেগুনের এই পদের কাছে সব রেসিপি ফেল! ঝটপট রান্না করে ফেলুন

মোটামুটি বেগুনের পদ বলতে আমরা এসবই খেয়ে থাকি। কিন্তু বেগুনের আরেকটি পদ রয়েছে, যা কিনা একবার খেলে বার বার খেতে চাইবেন। বাড়িতে আত্মীয় পরিজন এলে মা-ঠাকুমারা এই বেগুনের পদটি ঝটপট রেঁধে ফেলতেন। আপনিও তৈরি করতে পারেন। সময় লাগবে মাত্র ১০ মিনিট। ঝটপট পড়ে ফেলুন বেগুনের এই পদ।

টিভি 9 বাংলা 1 Nov 2025 6:57 pm

Dakshin Dinajpur |বোল্লাকালীতে ৩৫ পুরোহিত, ৯ কেজির সোনায় সাজবেন দেবী

বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলার (Dakshin Dinajpur) ঐতিহ্যবাহী বোল্লাকালীর পুজো হতে আর আটদিন বাকি। আগামী ৭ নভেম্বর শুক্রবার বোল্লাকালীর পুজো শুরু হচ্ছে। ১০ নভেম্বর দেবীর নিরঞ্জনপর্ব পর্যন্ত কয়েক লক্ষ ভক্তের সমাগম হবে। চারদিন ধরে চলবে মেলা। এই মেলা ও পুজোকে ঘিরে এখন বোল্লায় এখন সাজোসাজো রব। বোল্লা রক্ষাকালীর পুজোয় থাকবেন ৩৫ জন পুরোহিত। পুজোকে […] The post Dakshin Dinajpur | বোল্লাকালীতে ৩৫ পুরোহিত, ৯ কেজির সোনায় সাজবেন দেবী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 6:55 pm

Mamata Bala Thakur: SIR ইস্যুতে আমরণ অনশনে মমতাবালা, ‘রাজনৈতিক নাটক’, কটাক্ষ শান্তনুর

Hunger Strike: মমতাবালার সাফ কথা, নাম যদি বাদ যায় তবে সবথেকে বেশি কোপ পড়বে মতুয়াদের উপরেই। তাঁদেরই সবথেকে বেশি নাম কাটা যাবে। সাংবাদিক বৈঠক থেকে বলেন, “এসআইআরে প্রচুর ওপার বাংলার মানুষ, মতুয়াদের উপর প্রভাব পড়বে। তাঁদের জন্য আমরা লড়াইয়ে নামছি।”

টিভি 9 বাংলা 1 Nov 2025 6:54 pm

Ilamparthi AR |ভারতের ৯০তম গ্র্যান্ড মাস্টার ইলামপার্থি

নয়াদিল্লি: নতুন আরও এক গ্র্যান্ড মাস্টার পেল ভারত। ইলামপার্থি আভালপুন্ডুরাই রবিকুমার। বয়স ১৬। বসনিয়া ও হার্জেগোভিনাতে অনুষ্ঠিত বিজেলজিনা ওপেনে ধারাবাহিকভাবে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর সুবাদে গ্র্যান্ড মাস্টার সম্মান অর্জন করলেন ইলামপার্থি। দেশের ৯০তম গ্র্যান্ড মাস্টার হল তামিল এই দাবাড়ু। এর আগে ভিয়েতনামে হ্যানয় ওপেন ও সিঙ্গাপুর ওপেনে যোগ্যতামানের দুটি শর্ত পূরণ করেছিলেন ইলামপার্থি। […] The post Ilamparthi AR | ভারতের ৯০তম গ্র্যান্ড মাস্টার ইলামপার্থি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 6:47 pm

Teacher Crisis: লাটে উঠবে পড়াশোনা? চারজন শিক্ষক, চারজনের কাঁধেই BLO-র দায়িত্ব!

SIR in Bengal: শিক্ষকরা আশ্বস্ত করার চেষ্টা করলেও খুদে ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তিত অভিভাবকরা। এদিন এক স্থানীয় বাসিন্দা বলেন, 'আমরা নাতনি এই স্কুলেই পড়ে। শুনলাম, চারজনই নাকি SIR-এর কাজের দায়িত্ব পেয়েছেন। খুব চিন্তিত, স্কুল বন্ধ হয়ে গেলে কীভাবে ওর পড়াশোনা ঠিক মতো চলবে?

টিভি 9 বাংলা 1 Nov 2025 6:46 pm

Yuvraj Singh |আইপিএলে দেখা যেতে পারে ঋষভ-যুবরাজ যুগলবন্দি!

নয়াদিল্লি: দীর্ঘ বিরতির পর ২০২৬ আইপিএলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে যুবরাজ সিংয়ের। একেবারে হেডকোচের ভূমিকায়। সবকিছু ঠিকঠাক চললে আগামী মরশুমে ঋষভ পন্থের ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টসের দায়িত্বে দেখা যাবে জোড়া বিশ্বকাপ জয়ী যুবরাজকে। লখনউ ফ্র্যাঞ্চাইজির এক আধিকারিকের দাবি, যুবরাজের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্বে। আলোচনা বেশ ফলপ্রসূ। সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি যুবরাজকে পেতে অত্যন্ত আগ্রহী। গত কয়েক বছরে […] The post Yuvraj Singh | আইপিএলে দেখা যেতে পারে ঋষভ-যুবরাজ যুগলবন্দি! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 6:41 pm

Suvendu Adhikari: আক্রান্ত হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: শুভেন্দু

Suvendu Adhiakri: শনিবার মির্জাপুর বাজারে শ্যামাপুজো ও ২৮ প্রহর অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসআইআর প্রসঙ্গে কথা বলেন।

টিভি 9 বাংলা 1 Nov 2025 6:35 pm

Mahhi Vij |জয়-মাহির ১৫ বছরের সম্পর্কে ফাটল! গুঞ্জন নাকি আদতেই আলাদা হচ্ছে পথ?

মুম্বই: টেলি-দুনিয়ার অন্যতম জনপ্রিয় দম্পতি জয় ভানুশালি এবং মাহি ভিজের প্রায় দেড় দশকের দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে। সমাজমাধ্যমের পাতা থেকে তাঁরা একে অপরের ছবি মুছে যাওয়ার পর থেকেই এই জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়েছে। বিচ্ছেদের এই গুঞ্জনের মাঝেই শোনা গিয়েছিল, অভিনেত্রী নাকি প্রাক্তন স্বামী জয়ের কাছে পাঁচ কোটি টাকা খোরপোশ দাবি করেছেন। কিন্তু সমস্ত […] The post Mahhi Vij | জয়-মাহির ১৫ বছরের সম্পর্কে ফাটল! গুঞ্জন নাকি আদতেই আলাদা হচ্ছে পথ? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 6:35 pm

Andhra Pradesh Stampede |জানানো হয়নি স্থানীয় প্রশাসনকে! অন্ধ্রপ্রদেশে পদপিষ্টের ঘটনায় মন্দির কর্তৃপক্ষকেই দুষলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে হুড়োহুড়ির জেরে ঘটে গিয়েছে দুর্ঘটনা (Andhra Pradesh Stampede)। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। আহত হয়েছে বেশ কয়েকজন। এই দুর্ঘটনার জন্য মন্দির কর্তৃপক্ষকেই দায়ী করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (CM Chandrababu Naidu)। তাঁর দাবি, এই অনুষ্ঠান সম্পর্কে আগে থেকে স্থানীয় প্রশাসন বা পুলিশকে জানায়নি মন্দির […] The post Andhra Pradesh Stampede | জানানো হয়নি স্থানীয় প্রশাসনকে! অন্ধ্রপ্রদেশে পদপিষ্টের ঘটনায় মন্দির কর্তৃপক্ষকেই দুষলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 6:33 pm

অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু! চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে উত্তেজনা

পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 6:31 pm

স্মল ক্যাপেও মিলবে গ্রোথ, সম্ভাবনা যথেষ্টই

স্মল ক্যাপ ফান্ডগুলোর গড় মার্কেট ক্যাপ মিডক্যাপ বা লার্জ ক্যাপ ফান্ডের চেয়ে অনেকটাই কম হয়।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 6:28 pm

ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, জেদ্দা থেকে হায়দরাবাদগামী উড়ানের জরুরি অবতরণ মুম্বইয়ে

১৯৮৪-র মাদ্রাজ বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় বিমানে বিস্ফোরণের হুমকি।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 6:20 pm

Abhishek and Jagannath: ‘ভারত-বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া রাখব না’ বিতর্কিত মন্তব্য জগন্নাথের, ‘সাসপেন্ড’ করতে বললেন অভিষেক

এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, বিজেপি নেতৃত্বের ভণ্ডামি নতুন মাত্রায় নেমেছে। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত রক্ষায় জমি দিচ্ছে না। অন্যদিকে তাঁর দলেরই সাংসদ সীমান্ত মুছে ফেলতে চান। এরপর স্পষ্ট করে তিনি বলেছেন, যদি বিজেপি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে তাহলে জেপি নাড্ডাকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি এই সাংসদকে অবিলম্বে সাসপেন্ড করা হোক। তাদের নিরাবতা এটা প্রমাণ করবে যে তিনি (জগন্নাথ) শীর্ষ নেতৃত্বের সম্মতিতে এই

টিভি 9 বাংলা 1 Nov 2025 6:18 pm

Sunil Gavaskar |জেমিমার সঙ্গে মঞ্চ মাতাতে চান সানি

মুম্বই: জেমিমা রডরিগেজের ব্যাটিং মূর্ছনায় মোহিত আসমুদ্র হিমাচল।বৃহস্পতিবার সেমিফাইনালে মুম্বই-কন্যার অলৌকিক ইনিংসে ভর দিয়েই অস্ট্রেলিয়া-বধ করে ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। জেমিদের পারফরমেন্স প্রথমবার বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে দেশবাসীকে। অজিদের বিরুদ্ধে ম্যাচ জেতানোর পর ট্রেডমার্ক গিটার বাজানোর ভঙ্গিতে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে জেমিমাকে। বাস্তবেই কিন্তু ভালো গিটার বাজান এই মুম্বই-কন্যা। এমনকি কয়েকবছর আগে […] The post Sunil Gavaskar | জেমিমার সঙ্গে মঞ্চ মাতাতে চান সানি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 6:10 pm

রাতের অন্ধকারে মাদক পাচারের চেষ্টা! তেহট্টে বাংলাদেশি মহিলা-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিএসএফ

তল্লাশিতে উদ্ধার মাদক-সহ ৫ লক্ষ টাকারও বেশি সামগ্রী!

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 6:09 pm

জাতীয়তাবাদের আগুন জ্বালিয়েছিল ঋষি বঙ্কিমের মন্ত্র! কোন জাদুতে আজও অবিকল্প ‘বন্দে মাতরম’?

জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গানটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 6:06 pm

কচু দেখলে নাক সিঁটকান? এভাবে কোরমা রাঁধলে চেটেপুটে পাত সাফ হবে

খেতেও দারুণ, আবার শরীরে আয়রনের ঘাটতিও পূরণ হবে। ঝটপট রেসিপি জানুন।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 6:03 pm

দীপাবলি উদযাপনে শূন্যে গুলি! ‘ভাইরাল অসুখে’শ্রীঘরে দিল্লির তরুণ, ধৃত তাঁর বাবাও

দু'জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 6:02 pm

জাকির নায়েককে বাঁচাতে ইউনুসের ঢাল হাসিনা! কী পদক্ষেপ বাংলাদেশের?

আগামী ২৮ নভেম্বর বাংলাদেশে আসছে কট্টরপন্থী ধর্মীয় নেতা জাকির নায়েক।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 6:00 pm

মানিকচকের পর হবিবপুরেও বিএলও তালিকায় শাসকদলের জনপ্রতিনিধি

মানিকচকের পর এবার হবিবপুরে বিএলও তালিকায় তৃণমূলের দুই গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম। অবিলম্বে তাঁদের অপসারণের দাবিতে কমিশনের দ্বারস্থ বিজেপি। কমিশনের বিষয় বলে দায় সেরেছে ঘাসফুল শিবির।

আমাদেরমালদা 1 Nov 2025 5:59 pm

‘বই পড়লে দেশ এগোবে’, গোরক্ষপুর বইমেলা উদ্বোধনে তরুণ প্রজন্মকে বার্তা যোগীর

স্মার্ট ফোন না ঘেঁটে, ভালো বই পড়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 5:55 pm

‘উন্নয়নের টানেই আসবে PoK’, শাহী-দাবির সুরেই জগন্নাথ ফের বললেন, ‘আসবে বাংলাদেশও’

এর আগে বিজেপি সাংসদের দাবি ছিল, 'ছাব্বিশে জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার থাকবে না।'

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 5:52 pm

মায়ানমারে বিদ্রোহীদের ধাক্কা! যুদ্ধ থামাল TNLA, ‘চৈনিক চালে’ কোণঠাসা আরাকান আর্মি?

মায়ানমারের বিদ্রোহী জোটের নাম ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 5:50 pm

‘হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত হয়ে দেখুন…’, বিতর্কের মধ্যেই ভ্যান্সকে আহ্বান মার্কিন হিন্দু সংগঠনের

স্ত্রীর ধর্মান্তর নিয়ে মন্তব্য করে বিতর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 5:49 pm

মানুষ মানুষের জন্যে…, বিশেষভাবে সক্ষম যুবককে কাঁধে করে ট্রেনে তুলে দিলেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

পুলিশকর্মীর প্রশংসায় পঞ্চমুখ নেট নাগরিকরা।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 5:45 pm

৪ ইঁদুর-সহ রেকর্ড গতিতে মহাকাশে পৌঁছল নভশ্চর, শূন্যে নয়া সাফল্য চিনের

মহাকাশে ফের বিপ্লব চিনের।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 5:41 pm

ISRO to Launch Bahubali: মহাশূন্যে ‘বাহুবলী’কে পাঠাবে ISRO, আরও শক্তি বাড়বে নৌসেনার

India's Heaviest Satelite: ইসরো সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকাল ৫টা ২৬ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে 'বাহুবলী' রকেটটিকে। এই নিয়ে আট বার 'বাহুবলী'কে মহাশূন্যে পাঠাচ্ছে ইসরো। যার আবার আসল নাম এলভিএম-৩।

টিভি 9 বাংলা 1 Nov 2025 5:41 pm

SIR নিয়ে সরগরম রাজ্য! 'এবার রাস্তায় নামার সময়!', এই ভাবনায় পথে মমতা-অভিষেকরা

Mamata Banerjee-Abhishek Banerjee: ভোটার তালিকা সংশোধনের নামে শুরু হওয়া Special Intensive Revision (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী ৪ নভেম্বর ২০২৫, দলের সর্বভারতীয় সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথভাবে এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের দাবি, নির্বাচন কমিশনের ঘোষিত এই SIR প্রক্রিয়া আসলে ভোটার তালিকা সংশোধনের আড়ালে ‘Silent Invisible Rigging’, অর্থাৎ নীরবভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এক পরিকল্পনা। দলীয় নেতৃত্বের বক্তব্য, এই সংশোধন প্রক্রিয়ায় বহু যোগ্য ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। আরও পড়ুন- West Bengal news live updates:SIR আতঙ্কে আত্মহত্যা! বারাকপুরে গৃহবধূর মৃত্যুতে তুমুল চাঞ্চল্য, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি দলীয় বিবৃতিতে বলা হয়েছে, “আমরা কোনওভাবেই জনগণের অধিকারের প্রশ্নে আপস করব না। যতক্ষণ না প্রত্যেক যোগ্য ভোটারের নাম তালিকায় নিশ্চিত করা হচ্ছে, তৃণমূল লড়াই চালিয়ে যাবে। জনগণের অধিকারের জন্য আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দেব।” আরও পড়ুন- Suvendu Adhikari:'বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও!', SIR ইস্যুতে হুংকার শুভেন্দুর এই আন্দোলনের মূল উদ্দেশ্য, দলীয় সূত্রে খবর, ভোটার তালিকা থেকে একটিও যোগ্য নাম বাদ না পড়া এবং ভোটারদের নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা। তৃণমূলের মতে, ভোটার তালিকা সংশোধনের নামে রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়া, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। আরও পড়ুন- Kolkata News:‘হাজিরা নেই, মর্যাদাও নেই’, SIR নিয়ে BLO-দের প্রশিক্ষণে ক্ষোভের আগুন নজরুল মঞ্চে দলীয় নেতারা জানিয়েছেন, ৪ নভেম্বরের কর্মসূচিতে রাজ্য জুড়ে মিছিল, মানববন্ধন ও পথসভা আয়োজন করা হবে। কলকাতা সহ একাধিক জেলার নেতৃত্ব ওইদিন কর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে নামবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্রের খবর, এই কর্মসূচি কেবল প্রতীকী প্রতিবাদ নয়, বরং রাজ্যজুড়ে বৃহত্তর গণআন্দোলনের সূচনা হতে পারে।রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভোটের আগে এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের রাস্তায় নামা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Nov 2025 5:41 pm

Nagrakata |জলের তলায় বিঘা বিঘা ধানের জমি, রাত হলেই হানা দিচ্ছে হাতি, শিরে সংক্রান্তি চাষিদের  

নাগরাকাটা: একদিকে বৃষ্টি, অন্যদিকে মরার ওপর খাঁড়ার ঘা এর মত হাতির হামলা। সব মিলিয়ে শিরে সংক্রান্তি নাগরাকাটার কৃষকদের। শুক্র ও শনিবারের টানা বৃষ্টিতে ব্লকের বিস্তীর্ণ এলাকার ধানের জমি এখন জলের তলায়। যাও বা অক্ষত আছে সেখানে চলছে হাতির হামলা। নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, প্রকৃত অর্থেই চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। কৃষি দপ্তর বিস্তারিত […] The post Nagrakata | জলের তলায় বিঘা বিঘা ধানের জমি, রাত হলেই হানা দিচ্ছে হাতি, শিরে সংক্রান্তি চাষিদের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 5:40 pm

রোহিতরা পেয়েছিলেন ১২৫ কোটি! বিশ্বকাপ জয়ে হরমনদেরও এক আর্থিক পুরস্কার দেবে বোর্ড?

ইতিহাসের সামনে 'উইমেন ইন ব্লু'রা।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 5:32 pm

গৌতম ঘোষকে নিয়ে তথ্যচিত্র, নীলাদ্রির ‘মুভিং ফোকাস’ এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে

সেই 'মুভিং ফোকস' তথ্যচিত্রটিই এবার দেখানো হবে ৩১ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে। যা কিনা শুরু হচ্ছে ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর। ৮ নভেম্বর বিকেল ৪ টের শোয়ে শিশির মঞ্চে দেখানো হবে এই তথ্যচিত্র। মুভিং ফোকাস তথ্যচিত্রটি পরিচালনা করেছেন সিজার দাস।

টিভি 9 বাংলা 1 Nov 2025 5:29 pm

Dakshin Dinajpur |অকাল বৃষ্টিতে ধান-সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা, চিন্তায় দক্ষিণ দিনাজপুরের কৃষকরা

পতিরাম: অকাল বৃষ্টিতে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলাজুড়ে ধান (Paddy) ও সবজি (Vegetables) চাষে দেখা দিয়েছে ব্যাপক ক্ষতির আশঙ্কা। এই সময় মাঠে আমন ধান প্রায় পাকার মতো অবস্থায় পৌঁছেছে। এদিকে, ঝোড়ো হাওয়া ও লাগাতার বৃষ্টিতে তা নেতিয়ে পড়েছে। ফলে মাঠে জল জমে শিষ পচে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। জেলাজুড়ে প্রায় পৌনে দু’লক্ষ হেক্টর জমিতে আমন […] The post Dakshin Dinajpur | অকাল বৃষ্টিতে ধান-সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা, চিন্তায় দক্ষিণ দিনাজপুরের কৃষকরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 5:24 pm

‘জয় ভানুশালি ভালো মানুষ, ভালো বাবা’, বলেও ৫ কোটি খোরপোশ চাইলেন মাহি ভিজ!

ডিভোর্স-খোরপোশ নিয়ে মুখ খুলে কী জানালেন মাহি ভিজ?

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 5:22 pm

‘বিশ্ব মঞ্চে ভারত এখন এক মহাশক্তি’, আত্মনির্ভর ভারতের সংকল্পে বার্তা যোগীর

স্যামসাং ইনোভেশন ক্যাম্পাসের এক অনুষ্ঠানে ১,৩০০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট বিতরণ করলেন যোগী।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 5:18 pm

Richa Ghosh World Cup Journey: বোর্ডের পরীক্ষা না দিয়ে খেলতে গিয়েছিলেন ম্যাচ, জানুন শিলিগুড়ির মেয়ের সাফল্যের গল্প

Richa Ghosh World Cup Journey: ভারতের মহিলা ক্রিকেটে রিচা ঘোষ এখন এক পরিচিত নাম। শিলিগুড়ির এই তরুণীর গল্পটা যেন সিনেমার মতো। ছোট্ট শহরের মাঠ থেকে শুরু করে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত, রিচার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে ত্যাগ, স্বপ্ন আর এক বাবার অগাধ ভালোবাসার গল্প। রিচার জীবনের অধ্যায় সামনে আনলেন তাঁর বাবা রিচার বাবা মানবেন্দ্র ঘোষ আজও মেয়ের সেই প্রথম দিনের কথা গড়গড়িয়ে বলে দিতে পারেন। বয়স তখন পাঁচ, হাতে একটা বিশাল ব্যাট আর বল। বাবার সঙ্গে মাঠে গিয়ে খেলতে খেলতেই ক্রিকেটের প্রেমে পড়ে ছোট্ট ঋচা। মানবেন্দ্র ঘোষের কথায়, 'আমি ভাবতাম, ও একটু ফিটনেসের জন্য খেলবে। কিন্তু ওর চোখে যে আগুন, সেটা আমি তখনই দেখেছিলাম।' আরও পড়ুন- 'যিশুই বদলে দিয়েছেন জীবন', জীবনের ম্যাচে ইতিহাস গড়ে ধন্যবাদ দিলেন জেমিমা যখন অন্যরা পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, তখন রিচা নেমেছিলেন ২০ ওভারের লড়াইয়ে। একবার তো বোর্ডের পরীক্ষা পর্যন্ত মিস করেছিলেন ভারতের হয়ে খেলার জন্য। মানবেন্দ্র ঘোষ বলেন, 'বিশ্বকাপের বছরে ওকে আমি নিজেই বলেছিলাম, পড়া পরে হবে, কিন্তু এই সুযোগ বারবার আসবে না।' তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল— এই মেয়ের জীবন ক্রিকেটের জন্যই উৎসর্গ করা আছে। আরও পড়ুন- টেনিস ছাড়লেন ভারতের 'গ্র্যান্ড স্ল্যাম কিং' রোহন বোপন্না, ২০ বছরের দুর্দান্ত কেরিয়ারের অবসান শিলিগুড়িতে মেয়েদের ক্রিকেটের সুযোগ ছিল খুব কম। তাই পরিবার পাড়ি দেয় কলকাতায়। সেখানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) (Cricket Association of Bengal, CAB)-এর ক্যাম্পে যোগ দিয়ে রিচা পায় নতুন দিশা। মাত্র ১৩ বছর বয়সে বাংলার সিনিয়র দলে তিনি জায়গা করে নিয়েছেন। নির্বাচকরা তখনই বুঝেছিলেন— এই মেয়েটি একদিন জাতীয় দলের জার্সি পরবে। আরও পড়ুন- ফাইনালে বদলে যাবে সবকিছু? বাদের খাতায় ভারতের তারকা ক্রিকেটার! ২০২৫ সালে মহিলা বিশ্বকাপের সময় (Women’s World Cup) রিচা ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের ম্যাচে তাঁর ব্যাটিং ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। শান্ত মেজাজ, ঠান্ডা মাথা, আর নির্ভরযোগ্য স্ট্রাইকিং— এগুলোই তাঁর জীবনে পার্থক্য গড়ে দেয়। মানবেন্দ্রবাবুর গলায় গর্বের সুর, 'আমি ভেবেছিলাম, ওর জন্য আমি অনেক ত্যাগ করেছি। কিন্তু এখন দেখি, আসলে ও-ই আমাকে নতুন জীবন দিয়েছে। আমার হারানো কেরিয়ারের চেয়ে এই সাফল্য অনেক বেশি।' আরও পড়ুন- বাবাকে অপমানের যোগ্য জবাব, মেয়ে হয়ে প্রতিশোধ নিলেন জেমিমা! রিচার বাবার কথায়, 'ও আজও আগের মতোই হাসিখুশি, শান্ত আর একদম সাধারণ। আজও ওর সবচেয়ে প্রিয় মায়ের বানানো ফ্রাইড রাইস।' একটা মেয়ের এমন সহজ সরল জীবনের ভেতরেই লুকিয়ে আছে অগাধ শক্তি — যা তাঁকে আজ দেশের গর্ব করে তুলেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Nov 2025 5:17 pm

সুখবর! আগামী সপ্তাহ থেকে নোয়াপাড়া-বিমানবন্দর রুটে বাড়ছে মেট্রো পরিষেবা

রবিবারও এই রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা, দেখে নিন সময়সূচি।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 5:14 pm

‘এখান থেকেই পার্টি বেড়েছে’, পুরনো দপ্তরে বিজয়া সম্মিলনী থেকে আবেগ উসকে দিলেন দিলীপ

এই বাড়ি থেকে তাঁর নেতৃত্বেই বিজেপির সাফল্য ফের বুঝিয়ে দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 5:13 pm

Madarihat BDO: ‘TMC-র ঝান্ডা ধরুন’, অফিসে ঢুকে বিডিও-র উপর ফেটে পড়লেন মনোজ টিজ্ঞা

BJP MP: মাদারিহাটে সাম্প্রতিককালে হাতির হামলায় ঘর-বাড়ির ক্ষতি যেমন হয়েছে তেমনই ক্ষতি হয়েছে চাষেরও। এমনকী গত কয়েকদিনের বৃষ্টিতেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। এই আবহে ত্রাণ বিলির ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মনোজ টিজ্ঞা।

টিভি 9 বাংলা 1 Nov 2025 5:10 pm

SRK birthday 2025 Unknown facts: শাহরুখের ভক্ত? রইল আপনার জন্য কিং খানের এই অজানা তথ্য যা আর কেউ জানেনা

Shah Rukh Khan Unknown Facts: বলিউড স্বপ্নের নগরী। আর এই স্বপ্নের নগরীর রাজা তো একজনই। কিং খান। রাত ফুরোলেই যার ৬০তম জন্মদিন। অনেকে মজা করে বলেন, ঈশ্বর শাহরুখ খানকে পাঠিয়েছিলেন ঠিক সেই সময়ে, যখন তিনি হিন্দি সিনেমা দর্শকদের কাছে আরও জনপ্রিয় করতে চাইছিল। সাধারণ চরিত্রেও শাহরুখ এমনভাবে প্রাণ ঢেলেছেন যে, তাঁর অভিনয় আজও দর্শকের মনে রয়ে গিয়েছে। রাজ, রাহুল বা কবির খান, এই নামগুলো শুনলেই এখনও তরুণী থেকে মধ্য বয়ষ্কা মহিলার বুকে ঝড় ওঠে। শাহরুখের সিনেমা মানেই আনন্দ, ভালোবাসা আর একরাশ নস্টালজিয়া। যাদের একাধিক ‘কমফোর্ট মুভি’ আছে, তাদের সেই লিস্টে একটা অন্তত শাহরুখের সিনেমা থাকবেই। Beloved Star Lawrence Yan: গোপনেই চলে গেলেন অভিনেতা, বয়স হয়েছিল মাত্র ৫৯ শাহরুখ খানের কথা আর রোমান্টিক হাসি কারও অজানা নয়। তাঁর পরিবার, স্ত্রী গৌরী খানের সঙ্গে ভালোবাসার গল্প, বেড়ে ওঠা সবটাই যেন একেবারে সিনেমার মতো। তবে তাঁর সম্পর্কে কিছু তথ্য আছে, যা অনেকেই জানেন না। শাহরুখের ভক্তদের এই অবশ্যই জেনে রাখা উচিত। যেমন, স্কটল্যান্ডের এডিনবরাহ বিশ্ববিদ্যালয় তাঁকে সমাজসেবা, দাতব্য কাজ ও বিশ্বজুড়ে সিনেমার অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট দিয়েছে। তাই এখন তাঁর নামের আগে যুক্ত হয়েছে “ডক্টর”। আবার মালয়েশিয়াও তাঁকে নাইটহুড খেতাবে সম্মানিত করেছে। এখানেই শেষ নয় বলিউডের এই “কিং খান” সম্পর্কে আরও কিছু মজার তথ্য রইলো আপনাদের জন্য। Srabanti Chatterjee: বাড়িতে তুমুল অশান্তি, হাসিমুখে হিরোর সঙ্গে রোমান্স করতে বাধ্য হন শ্রাবন্তি? শাহরুখ খানের এক অস্ট্রেলিয়ান ভক্ত প্রতি বছর তাঁর জন্মদিনে চাঁদে একটি করে জমি কেনেন। চাঁদের বিখ্যাত জায়গা “সি অব ট্র্যাংকুইলিটি”-তে তাঁর নামে ইতিমধ্যেই কয়েক একর জমি রয়েছে। শাহরুখের প্রথম সিনেমা হওয়ার কথা ছিল ‘দিল আশনা হ্যায়’, কিন্তু ছবিটি দেরিতে মুক্তি পাওয়ায় তাঁর প্রথম রিলিজ হয় ‘দেওয়ানা’। তাঁর দুটি গাড়িতেই ৫৫৫ নম্বর লেখা। এমনকি তাঁর সব কর্মচারীর ফোনেও তাঁর নম্বর ৫৫৫ নামে সেভ করা আছে। শাহরুখ অন্ধবিশ্বাসী না হলেও ৫৫৫ নম্বরে ভীষণ বিশ্বাস করেন। ছোটবেলা থেকেই টিভির বিজ্ঞাপন দেখতে খুব ভালোবাসতেন। তাই তিনি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম (Mass Communication) নিয়ে পড়াশোনা করেছিলেন। Shah Rukh Khan: মাথার ওপর ছিল না ছাদ, খাবারও খাননি ২ দিন, মায়ের মৃত্যুর পরেই কার কাছে রাতের বেলা ছুটে যান শাহরুখ? গৌরী আর শাহরুখের প্রেমের গল্প যেন একেবারে সিনেমার মতো। ধর্ম, পরিবার, সমাজ—সব বাধা পেরিয়ে তারা একে অপরকে পেয়েছেন। ১৯৯১ সালের ২৬ আগস্ট তারা প্রথমে আদালতে বিয়ে করেন, তারপর নিকাহ, শেষে হিন্দু রীতিতে বিয়ে সম্পন্ন হয়। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, এর স্ক্রিপ্ট তিনি না পড়েই সই করেছিলেন। কারণ তিনি পরিচালক আদিত্য চোপড়ার উপর ভরসা করতেন এবং তাঁকে খুব ভালোবাসতেন। আগামীকাল শাহরুখ খানের জন্মদিন। তাঁর মতো একজন মানুষ শুধু একজন অভিনেতা নন, তিনি ভালোবাসার, স্বপ্নের আর এক অসীম জাদুর নাম।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Nov 2025 5:09 pm

৮০০ টাকায় নাগরিকত্ব! মতুয়াদের নিয়ে ‘ব্যবসা’বিজেপির, শান্তনু ঠাকুরকে নিশানা তৃণমূলের

ফর্মফিলাপ করার জন্য মাথাপিছু ২০ টাকা করে নেওয়া হচ্ছে!

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 5:06 pm

‘কারও সঙ্গে যাব না’, বিহার ভোটে জোট জল্পনা ওড়ালেন প্রশান্ত কিশোর

কিশোরের দাবি, হয় তাঁর দল ১০টির থেকেও কম আসন পাবেন, অথবা ১৫০টির বেশি আসন পাবেন।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 5:04 pm

Birbhum News: ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ নাবালক সহপাঠী

পরিবার সূত্রে জানা গিয়েছে, এক গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল ওই নাবালক সহ তিনজন। অভিযোগ, শুক্রবার ওই কিশোরীকে বাকি দু'জন কিশোর জানায় আটটার পরিবর্তে সাতটা সময় পড়াবেন শিক্ষক। সেই মতো কিশোরী সেখানে গিয়ে উপস্থিত হলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর কিশোরী বাড়ি ফিরে আসে। তারপর পরিবারকে সব বিষয় খুলে বলে।

টিভি 9 বাংলা 1 Nov 2025 5:01 pm

খেতে না পেয়ে দুদিন ধরে রাস্তায় ঘুরছিলেন শাহরুখ! একমুঠো খাবার চাইতে কার দরজায় কড়া নেড়েছিলেন জানেন?

আজ যে বাদশা, সে এক সময় ভুগেছিলেন মারাত্মক অর্থকষ্টে। একদিনে অসুস্থ বোন শেহনাজ, অন্যদিকে অসুস্থ মা। বাবাকে হারিয়েছিলেন অনেক আগেই। পড়াশুনো শেষ করে স্ট্রাগল করে চলেছেন বলিউডে সুযোগ পাওয়ার জন্য। সংসার সামলাতে টুকটাক করছেন টেলিভিশনের কাজ।

টিভি 9 বাংলা 1 Nov 2025 4:58 pm

SIR in Bengal: তিন দাবি মানতেই হবে, কাজ শুরুর আগেই বিক্ষোভে BLO-রা

SIR in Bengal: শনিবার নজরুল মঞ্চে ছিল বিএলও-দের ট্রেনিং। কমিশনের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও আশ্বাস না মেলায় বিক্ষোভে ফেটে পড়েন বিএলও-রা। আগে কমিশন জানিয়েছিল যে এসআইআর চলাকালীন অন্য কাজ থেকে বিরত থাকতে পারবেন বিএলও-রা। কিন্তু বিজ্ঞপ্তি জারির পরেও তাদের জন্য এই সংক্রান্ত কোনও নির্দেশ না আসায় বিএলও-রা অসন্তুষ্ট।

টিভি 9 বাংলা 1 Nov 2025 4:52 pm

শুধু ডায়াবেটিস নয়, এবার হার্টের রক্ষাকবচও GLP-1 ড্রাগ ‘রাইবেল্‌সাস’! অনুমোদন FDA-এর

ট্যাবলেট হিসেবে এটি প্রথম মুখে খাওয়ার GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 4:47 pm

East Bengal |ট্রফি জিতে এএফসি খেলতে চান সাউল

নিজস্ব প্রতিনিধি, মারগাঁও: সেমিফাইনালে ওঠায় খানিকটা স্বস্তি। এরপর কয়েকটা দিন হয়তো ফুটবলারদের ছুটি দেবেন অস্কার ব্রুজোঁ। তারপর প্রস্তুতি শুরু করাবেন সেমিফাইনালের। এখানে এখনও সেমিফাইনাল ও ফাইনালের তারিখ নিয়ে একটা বিভ্রান্তি রয়েছে। ক্লাবগুলি বলছে সেমিফাইনাল ২৮ এবং ২৯ নভেম্বর এবং ফাইনাল ৬ ডিসেম্বর। সেখানে স্টেডিয়াম কর্তৃপক্ষের দাবি ২৩ ও ২৪ নভেম্বর সেমিফাইনালের পর ফাইনাল ২৬ তারিখ। […] The post East Bengal | ট্রফি জিতে এএফসি খেলতে চান সাউল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 4:47 pm

সিলিন্ডার বদলের সময় গ্যাস লিক, অগ্নিদগ্ধ কলকাতা পুলিশের এএসআই -সহ ৩

ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 4:46 pm

Suvendu Adhikari:'বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও!', SIR ইস্যুতে হুংকার শুভেন্দুর

ফের SIR এর পক্ষে সওয়াল করে রাজ্যের শাসকদলকে একহাত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সঙ্গে অবৈধভাবে বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে যে বা যারা বসবাস করছেন তাঁদের বেনজির হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। এরই পাশাপাশি BLO-দের সুরক্ষা নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী এদিন বলেন, BLO-রা তৃণমূল-BJP কোনও দলের কথা শুনবেন না। শুধু নির্বাচন কমিশনের কথা শুনবেন। বিহারে ৫২ জন BLO অবৈধ কাজ করেছিল বলে জেলে গিয়েছিল। এই অবস্থা যেন আপনাদের না হয়। BLO-দের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশি মুসলমানদের নাম ভেটাার তালিকায় থাকবে না। আরও পড়ুন- West Bengal news live updates:SIR আতঙ্কে আত্মহত্যা! বারাকপুরে গৃহবধূর মৃত্যুতে তুমুল চাঞ্চল্য, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি তিনি আরও বলেন, এসআইআর নতুন নয়, স্বাধীনতার পর ৮ বার হয়েছে। শেষে ২০০২ সালে হয়েছে। ২০০৩ সালে ভোটার লিস্ট বেরিয়েছিল। বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাবে। ভারতীয়দের কোনও সমস্যা নেই। কিছু হলে নির্বাচন কমিশনের দায়িত্ব। কমিশনের হাতে সাংবিধানিক ক্ষমতা আছে। আরও পড়ুন- Kolkata News:‘হাজিরা নেই, মর্যাদাও নেই’, SIR নিয়ে BLO-দের প্রশিক্ষণে ক্ষোভের আগুন নজরুল মঞ্চে এরপরেই শুভেন্দুর হুঁশিয়ারি, বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো। পালাও! এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম। হাজার হাজার পালিয়েছে। আগামী দু'তিন দিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে। যে পথ দিয়ে ঢুকেছেন, কাঁটাতারের বেড়া নেই, ওই ফাঁকা পথ দিয়ে ফিরে যান। না ফিরে গেলে অমিত শাহ যা বলেছেন তাই হবে। আরও পড়ুন- LPG price:মাস পয়লায় বাম্পার সুখবর! হু হু করে কমল রান্নার গ্যাসের দাম

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Nov 2025 4:44 pm

Jesus & Jemimah: 'যিশুই বদলে দিয়েছেন জীবন', জীবনের ম্যাচে ইতিহাস গড়ে ধন্যবাদ দিলেন জেমিমা

Jesus & Jemimah Rodrigues: ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ভারতের হয়ে ম্যাচজেতানো ইনিংস খেলেছেন জেমিমা রডরিগেজ। ১২৭ রানের অনবদ্য ইনিংস শেষে তবুও তাঁর চোখে জল। কারণটা নিজেই সামনে এনেছেন। মাইক্রোফোন হাতে ফাঁস করেছেন সত্যিটা। জেমিমার কথায় গদগদ কণ্ঠে জেমিমা বলেছেন, 'আমি যিশুকে ধন্যবাদ জানাই। আমি নিজে থেকে কিছু করিনি। তিনিই আমাকে চালনা করেছেন।' এই একটা লাইন যেন প্রকাশ করে দিয়েছে, জেমিমার জীবনের সবচেয়ে বড় শক্তিটা কী! সেটা যে আর কিছু নয়, বিশ্বাস- সেকথাই যেন প্রকাশ পেল এই স্বীকারোক্তিতে। আরও পড়ুন- টেনিস ছাড়লেন ভারতের 'গ্র্যান্ড স্ল্যাম কিং' রোহন বোপন্না, ২০ বছরের দুর্দান্ত কেরিয়ারের অবসান খেলাধুলার জগতে চাপ, প্রত্যাশা, ব্যর্থতা — সবকিছুই প্রতিদিনের সঙ্গী। খেলোয়াড়রা জানেন, মাঠে তাঁরা একা। তবুও কারও কাছে সেই একাকিত্বে আশ্রয় মেলে প্রার্থনায়, কারও কাছে ধ্যান, বিশ্বাসে। জেমিমা বলেন, 'প্রতিটি ম্যাচের আগে আমি প্রার্থনা করি। ঈশ্বর আমাকে শান্ত থাকতে শেখান। যখন আমি ব্যর্থ হই, তখনও আমি জানি, তিনি আমার পাশেই আছেন।' আরও পড়ুন- ফাইনালে বদলে যাবে সবকিছু? বাদের খাতায় ভারতের তারকা ক্রিকেটার! যাঁরা ঘনিষ্ঠ, তাঁরা জানেন যে জেমিমা রডরিগেজ ছোটবেলা থেকেই খুব আবেগপ্রবণ খেলোয়াড়। ব্যর্থতায় যেমন হতাশা প্রকাশ করতেন, সাফল্যে তেমনই উচ্ছ্বাস। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি যেন নিজের ভিতরের শক্তিকে খুঁজে পেয়েছেন প্রার্থনার মাধ্যমে। আরও পড়ুন- বাবাকে অপমানের যোগ্য জবাব, মেয়ে হয়ে প্রতিশোধ নিলেন জেমিমা! এক সাক্ষাৎকারে জেমিমা বলেছেন, 'বিশ্বাস মানে কিন্তু এটা নয় যে সবকিছু ঠিকঠাক চলবে। এটার মানে হল যে যাই ঘটুক না কেন, আমি ঠিক আছি।' এই দৃঢ় মানসিকতাই তাঁকে ক্রিকেটের কঠিন দুনিয়ায় টিকে থাকতে সাহায্য করেছে বলেই মনে করছেন তাঁর অনুরাগীরা। আরও পড়ুন- শ্রেয়সের চোট নিয়ে বিশাল বড় আপডেট, সমর্থকদের 'সুখবর' দিল বিসিসিআই বিশ্বাস কেবল জেমিমার নয়। অনিশ্চয়তার এই ব্যাট-বল খেলায় ক্রিকেটারদের মধ্যে হামেশাই ভক্তির স্রোত দেখা গিয়েছে। সচিন তেন্ডুলকর নিজের ব্যাটের ব্যাগে ঈশ্বরের ছবি রাখতেন। সূর্যকুমার যাদব ব্যাটিংয়ে নামার আগে পাঠ করতেন হনুমান চালিশা। আর উসেইন বোল্ট প্রতিবার দৌড় শুরুর আগে ঈশ্বরকে স্মরণ করতেন। তারপর চোখ তুলে আকাশের দিকে তাকাতেন। এ যেন খেলাধূলার অদৃশ্য প্রেরণাশক্তি, যা খেলোয়াড়ের পারফরম্যান্সের প্রেরণা। প্রতিটি পেশাদার খেলোয়াড় জানেন, ব্যর্থতার পর ভেঙে পড়াটাই স্বাভাবিক। জেমিমার মতে, 'ঈশ্বর বিশ্বাসই আমাকে বাস্তবের কাছাকাছি রাখে। যখন আমি হেরে যাই, তখনও আমি জানি, ঈশ্বরের পরিকল্পনাটা অনেক বড়।' এই বিশ্বাসই তাঁকে আত্মবিশ্বাসী রাখে এমনটাই জানিয়েছেন জেমিমা। তাঁর মতে, প্রতিটি ব্যর্থতাই এক নতুন শিক্ষার দিকনির্দেশ। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রয়োজন ছিল এক বড় ইনিংসের। সেই সময় জেমিমা ঠান্ডা মাথায় খেলেছেন। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তিনি কেঁদে ফেলেন। ম্যাচের সেরা ক্রিকেটার বলেন, 'যিশু সব সময় আমার সঙ্গে ছিলেন। যখনই আমার নার্ভাস লেগেছে, ওঁনার উপস্থিতি টের পেয়েছি।' সম্ভবত এই আস্থাই তাঁকে দিয়েছে এক অদ্ভুত শক্তি, যা ক্রিকেটীয় দক্ষতার বাইরেও এক ধরনের মানসিক স্থিতি তাঁর জীবনে তৈরি করেছে। জেমিমা রডরিগেজের এই গল্প কেবল ক্রিকেটের নয়। এই গল্প আত্মবিশ্বাসের, আত্মসমর্পণের। আর এক বিশ্বাসের গল্প। যে বিশ্বাস হয়তো বলের গতিপথ বদলায় না, কিন্তু খেলোয়াড়ের মন বদলে দেয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Nov 2025 4:43 pm

Avocado Toast Recipe: সন্ধের টিফিনে নতুন ট্রেন্ড, ডিম টোস্ট নয়, এবার খান অ্যাভোকাডো টোস্ট

ব্রেকফাস্ট হোক সন্ধের টিফিনে আজকাল হিট অ্যাভোকাডো টোস্ট (Avocado Toast)। ইউরোপ-আমেরিকার সকালের প্রিয় খাবার এই টোস্ট এখন ভারতীয় রান্নাঘরেও জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষত স্বাস্থ্য সচেতনদের মধ্যে। এটি খুবই সহজে বানানো যায়। যা বেশ তৃপ্তিদায়ক আর অল্প সময়েও বানানো যায়।

টিভি 9 বাংলা 1 Nov 2025 4:43 pm

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার ৩-এ ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলছে সাধের বহুতল

অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 4:38 pm

Murti River |বৃষ্টির সতর্কতা উড়িয়ে মূর্তির ধারে চলছিল শুটিং! খবর পেয়েই বন্ধ করল প্রশাসন

চালসা: উত্তরবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি রয়েছে। যার জেরে ডুয়ার্সের বিভিন্ন নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের তরফে হাই এলার্ট জারি করা হয়েছে আগেই। এই সময় নদীর ধারে কাউকে না যাওয়ার জন্য প্রশাসনের তরফে প্রচারও করা হয়েছে। কিন্তু প্রশাসনের নির্দেশকে অমান্য করে শনিবার সকাল থেকেই ডুয়ার্সের পাহাড়ি নদী মূর্তির (Murti River) ধারে চলছিল ওয়েব সিরিজের শুটিং (Shooting)। […] The post Murti River | বৃষ্টির সতর্কতা উড়িয়ে মূর্তির ধারে চলছিল শুটিং! খবর পেয়েই বন্ধ করল প্রশাসন appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 4:33 pm

Malda News: তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য নাকি BLO, নালিশ জানাতে ছুটল BJP

তাঁদের দু'জনের মধ্যে একজন প্রাথমিকের পার্শ্ব শিক্ষক ও একজন শিক্ষক। বিএলও পদ থেকে নাম বাতিলের দাবিতে রাজ্য নেতৃত্ব ও নির্বাচন কমিশনকে কাছে অভিযোগ জানিয়েছে উত্তর মালদহ সাংগঠনিক বিজেপি নেতৃত্বরা। আর এই ঘটনায় সরগরম রাজনৈতিক মহল।

টিভি 9 বাংলা 1 Nov 2025 4:27 pm

Health News: সকাল না বিকেল? দিনের ঠিক কোন সময় গায়ে রোদ লাগানো শরীরের জন্য সবচেয়ে ভাল?

রোদই যদি ভিটামিন ডি এর একমাত্র উৎস হত, তা হলে ওষুধ নয়, যাঁদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়, তাঁদের রোদে দাঁড়িয়ে থাকলেই হয়ে যেত। চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা। দিনের কোন সময় গায়ে রোদ লাগানো সবচেয়ে ভাল?

টিভি 9 বাংলা 1 Nov 2025 4:27 pm

পুরুষদের বিশ্বকাপের থেকেও বেশি পুরস্কার মূল্য, চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবেন হরমনপ্রীতরা?

রবিবার নবি মুম্বইয়ে ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 4:12 pm

ভরদুপুরে যুবককে ধারালো অস্ত্রের কোপ! পানিহাটিতে রক্তারক্তি, আটক ১

পলাতক দুই জনের খোঁজে পুলিশ।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 4:04 pm

Rohan Bopanna Retirement: টেনিস ছাড়লেন ভারতের 'গ্র্যান্ড স্ল্যাম কিং' রোহন বোপন্না, ২০ বছরের দুর্দান্ত কেরিয়ারের অবসান

Rohan Bopanna Retirement: ৪৫ বছর বয়সে টেনিসকে বিদায় জানালেন ভারতের অন্যতম সেরা ডাবলস খেলোয়াড় রোহন বোপন্না (Rohan Bopanna)। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে অবসর ঘোষণা করলেন এই অভিজ্ঞ খেলোয়াড়। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, 'যা আমাকে জীবনের অর্থ দিয়েছিল, কীভাবে তাকে বিদায় জানাব? ২০ বছরের অবিশ্বাস্য যাত্রা শেষে, এবার র‌্যাকেট নামানোর সময় এসেছে।' ভারতের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় কর্গের ছোট্ট শহর থেকে শুরু করেছিলেন যাত্রা। পরিবারের উৎসাহে টেনিস হাতে নেওয়া সেই ছেলেটি আজ ভারতের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড়। রোহন বলেন, 'কর্গে কাঠ কেটে সার্ভ শক্ত করার দিনগুলো থেকে শুরু করে, বিশ্বের সেরা কোর্টগুলিতে আলোয় দাঁড়িয়ে খেলা—সবই যেন আমার কাছে ছিল স্বপ্নের মত।' ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েন বোপন্না। সেই সময় তিনি ছিলেন ৪৩ বছর বয়সে সবচেয়ে প্রবীণ গ্র্যান্ড স্ল্যাম জয়ী। আরও পড়ুন- ফাইনালে বদলে যাবে সবকিছু? বাদের খাতায় ভারতের তারকা ক্রিকেটার! একই বছর মায়ামি ওপেন ২০২৪-এ এটিপি ১,০০০ (ATP 1000) খেতাব জয় করে আরও একটি রেকর্ড গড়েন—এটিপি (ATP) ইতিহাসে সবচেয়ে বয়স্ক ডাবলস টাইটেল জয়ী খেলোয়াড় হিসেবে। এতেই শেষ নয়, ওই বছরই তিনি ডাবলস ক্যাটাগরিতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নম্বর ১ স্থানেও পৌঁছে যান—যা আগে কখনও কোনও ভারতীয় খেলোয়াড়ের পক্ষে সম্ভব হয়নি। আরও পড়ুন- বাবাকে অপমানের যোগ্য জবাব, মেয়ে হয়ে প্রতিশোধ নিলেন জেমিমা! আবেগঘন বিদায়ী বার্তায় বোপান্না ধন্যবাদ দিয়েছেন স্ত্রী সুপ্রিয়া, কন্যা ত্রিধা ও বোন রশ্মিকে।তিনি লিখেছেন, 'আমার স্ত্রী সুপ্রিয়া, তুমি আমার জীবনের সঙ্গী, প্রতিটি লড়াইয়ে পাশে থেকেছ। আর আমার কন্যা ত্রিধা, তোমার জন্যই শেষ কয়েক বছরে খেলেছি—তোমাকে শেখাতে চেয়েছি স্বপ্নের মূল্য কত।' রোহন বোপন্না ভারতের হয়ে ডেভিস কাপ, এশিয়ান গেমস এবং অলিম্পিকেও প্রতিনিধিত্ব করেছেন। ২৬টি ডাবলস টাইটেল জিতেছেন, যার মধ্যে রয়েছে ৬টি এটিপি মাস্টার্স ১,০০০ (ATP Masters 1000) জয়। View this post on Instagram A post shared by Rohan Bopanna (@rohanbopanna0403) আরও পড়ুন- শ্রেয়সের চোট নিয়ে বিশাল বড় আপডেট, সমর্থকদের 'সুখবর' দিল বিসিসিআই তাঁর কেরিয়ারে অন্যতম সেরা মুহূর্ত এসেছিল ২০১৭ সালে। সেই সময় তিনি গ্যাব্রিয়েলা দাব্রোভস্কির সঙ্গে মিক্সড ডাবলস ফ্রেঞ্চ ওপেন জিতে ভারতকে গর্বিত করেন। বোপন্নার শেষ ম্যাচ হয় প্যারিস মাস্টার্স ১০০০-এ। সেখানে তিনি আলেকজান্ডার বুবলিকের সঙ্গে জুটি বাঁধেন। যদিও টুর্নামেন্টে খুব দূর পর্যন্ত যেতে পারেননি, কিন্তু দর্শকদের করতালিতে তিনি বিদায় নেন গর্বের সঙ্গে। আরও পড়ুন- এক প্লেট বিরিয়ানির থেকেও কম! বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম জানেন? বোপন্নার কেরিয়ার শুধু সাফল্যের নয়, অনুপ্রেরণারও গল্প। বয়স কোনও বাধা নয়, তা তিনি প্রমাণ করেছেন বারবার। তাঁর মতো একজন খেলোয়াড় ভারতের নতুন প্রজন্মের টেনিস তারকাদের অনুপ্রেরণা হিসেবে চিরকাল থেকে যাবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Nov 2025 4:02 pm

UPI payment scams |ইউপিআই পেমেন্টে বাড়ছে স্ক্যাম, সচেতন করতে উদ্যোগ পুলিশের

অরিন্দম বাগ, মালদা: ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হয়ে পড়েছে তরুণসমাজ। ছোট মুদিখানার দোকান হোক কিংবা ঠ্যালায় ফল বিক্রি, সবক্ষেত্রেই মালদা শহরে কিউআর কোড স্ক্যান করে ইউপিআই পেমেন্টের সুযোগ রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে নানান প্রতারণাচক্রও গজিয়ে উঠেছে। এই পরিস্থিতিতে নকল ইউপিআই পেমেন্ট স্ক্যাম নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ময়দানে নামল মালদা জেলা পুলিশ। সম্প্রতি ইংরেজবাজারের কোতুয়ালিতে […] The post UPI payment scams | ইউপিআই পেমেন্টে বাড়ছে স্ক্যাম, সচেতন করতে উদ্যোগ পুলিশের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 4:02 pm

আমেরিকানদের ‘স্বপ্নচুরি’! ভারতকে দুষে H-1B ভিসায় আরও কঠোর ট্রাম্প প্রশাসন

বিজ্ঞাপন দিয়ে ‘কাজ কেড়ে নেওয়ার’ মার্কিন বার্তা!

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 4:00 pm

Riju Biswas |মেসেজে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ! বিতর্ক বাড়তেই ‘সাফাই’ অভিনেতা ঋজুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋজু বিশ্বাস (Riju Biswas) ও এক উঠতি মডেলের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ভাইরাল। যা নিয়ে বিগত দু’দিন ধরে রীতিমতো ভাইরাল নেটপাড়া। ওই মডেলের অভিযোগ, মেসেজে তাঁকে উত্যক্ত করেছেন অভিনেতা। এরপরই তিনি মেসেজের স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর এরপর থেকে অনেক মহিলাই ঋজুর বিরুদ্ধে একই অভিযোগ তুলে সরব […] The post Riju Biswas | মেসেজে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ! বিতর্ক বাড়তেই ‘সাফাই’ অভিনেতা ঋজুর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 3:58 pm

২৬ এর আগে রাম-বাম আঁতাত! ভোট দিতে এবার বামেদের ডাক সুকান্তের

ঐক্যের দৌড়ে গেরুয়া শিবিরে অনৈক্যের ছবি!

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 3:57 pm

কেরল পারলেও বাকিরা পারে না কেন?

শেখর সাহা কেরল ভারতের মানচিত্রে ছোট্ট একটি রাজ্য, অথচ মানব উন্নয়নের সূচকে তার আলো ছড়িয়ে আছে সারা দেশে। শিক্ষায়, স্বাস্থ্য পরিষেবায়, নারী ক্ষমতায়নে এবং দারিদ্র্যদূরীকরণে কেরল বহুদিন ধরেই এক অনন্য দৃষ্টান্ত। এবার তাদের মুকুটে আরও এক নতুন পালক যোগ হতে চলেছে- ভারতের প্রথম ‘চরম দারিদ্র্যশূন্য রাজ্য’ হিসেবে এই রাজ্য স্বীকৃতি পেতে চলেছে। অর্থাৎ, কোনও মানুষ […] The post কেরল পারলেও বাকিরা পারে না কেন? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 3:53 pm

‘প্রশান্ত কিশোর প্রতারক, এত টাকা পায় কোথায়?’, ভোটের মুখে প্রশ্ন পাপ্পু যাদবের

প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বাজার থেকে ৬৫০ কোটি টাকা তোলার অভিযোগ।

সংবাদপ্রতিদিন 1 Nov 2025 3:53 pm

Mamata and Abhishek: SIR শুরুর দিনই পথে নামছেন মমতা-অভিষেক, মঙ্গলে আম্বেদকর মূর্তি থেকে শুরু হবে র‌্যালি

Kolkata: জানা যাচ্ছে, বিআর আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়া সাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মেগা র‌্যালি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। আগামী ৪ নভেম্বর থেকে SIR প্রক্রিয়া শুরু হবে বাংলায়। ঠিক সেই দিনই পথে নামছে তণমূল।

টিভি 9 বাংলা 1 Nov 2025 3:52 pm

SIR |প্রশিক্ষণ চলাকালীন তুমুল বিক্ষোভ বিএলও-দের! কাঠগড়ায় নির্বাচন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৪ নভেম্বর থেকে বাংলায় শুরু হচ্ছে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের কাজ। শনিবার নজরুল মঞ্চে ছিল বিএলও-দের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন বিক্ষোভে ফেটে পড়লেন বিএলও-রা। তাঁদের দাবি, ‘একদিকে স্কুলের কাজ সেরে SIR-এর কাজে আসতে হচ্ছে। তবুও স্কুলের খাতায় আমরা গরহাজির! কেন? পাশাপাশি আমাদের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় নির্বাচন কমিশন। আমাদের […] The post SIR | প্রশিক্ষণ চলাকালীন তুমুল বিক্ষোভ বিএলও-দের! কাঠগড়ায় নির্বাচন কমিশন appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 3:50 pm

EPFO: ১০ বছর চাকরি না করলে মার যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা! এই নিয়ম অনেকেই জানেন না…

EPFO Rules: অবসরের পর এই স্কিম থেকে মাসে মাসে পেনশন পাওয়া যায়। তবে বর্তমান প্রজন্মের অনেকেই ২০-৩০ বছর চাকরি করেন না। ৬০ বছর পর্যন্ত চাকরি করেন না। তার আগেই অবসর নিয়ে নেন। যদি কেউ ১০-১২ বছর কাজ করার পর চাকরি ছেড়ে দেন, তাহলে তারা কি পেনশন পাবেন?

টিভি 9 বাংলা 1 Nov 2025 3:49 pm

অজ্ঞতার অন্ধকার

কূপমণ্ডূকতা বড় কঠিন ব্যাধি। বাংলা ও বাঙালির ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে তিলকে তাল বানানো কূপমণ্ডূকতাই বটে। নিজেদের দৃষ্টিভঙ্গি ও অবস্থানের সঙ্গে মিল না হলেই বিজেপির প্রতিক্রিয়া দেখে সেটা আরও বেশি মনে হচ্ছে। ছুতোয়-নাতায় প্রতিপক্ষের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের দস্তুর হয়ে যাচ্ছে। ভাবখানা হল, আরএসএস-বিজেপিই দেশভক্ত। বাকি সব বিরোধী ও সমালোচকরা টুকরে টুকরে গ্যাং, […] The post অজ্ঞতার অন্ধকার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 3:47 pm

NBMC |শ্বাস নিলেই বেরোচ্ছে সুর! প্রৌঢ়ের গলা থেকে বাঁশি বের করলেন উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসকরা    

শিলিগুড়িঃ গলায় বাঁশি আটকে বিপত্তি। শ্বাস নিলেই গলা দিয়ে বেরিয়ে আসছে সেই এক অদ্ভূত শব্দ। কোনওভাবেই গলায় আটকে যাওয়া বাঁশি বের করতে না পেরে হাজির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই এই সমস্যার সমাধান করে দিলেন মেডিকেলের ইএনটি বিভাগের চিকিৎসকরা। অস্ত্রপচার ছাড়াই রোগীকে অজ্ঞান করে চিকিৎসকরা গলা থেকে বাঁশি বের করে দেন। বর্তমানে রোগী মেডিকেল কলেজেই […] The post NBMC | শ্বাস নিলেই বেরোচ্ছে সুর! প্রৌঢ়ের গলা থেকে বাঁশি বের করলেন উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসকরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 3:44 pm

হাওড়া-এনজেপি : দুই স্টেশনে নরক দর্শন

রূপায়ণ ভট্টাচার্য হাওড়া স্টেশনে নামলে মনে হয় না, ওই শহরে মমতা বন্দ্যোপাধ্যায় বলে কেউ পা রাখেন। মনে হয় না ওই শহরে শুভেন্দু অধিকারী বা মহম্মদ সেলিম বলে কেউ ট্রেনে যাতায়াত করেন। ঠিক ওরকমই নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে পা রাখলে মনে হয় না, ওই শহরে গৌতম দেব কখনও ট্রেনে যাতায়াত করেন। অথবা শংকর ঘোষ, অশোক ভট্টাচার্য, […] The post হাওড়া-এনজেপি : দুই স্টেশনে নরক দর্শন appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 3:43 pm

IND W vs SA W Final: ফাইনালে বদলে যাবে সবকিছু? বাদের খাতায় ভারতের তারকা ক্রিকেটার!

India W vs South Africa W Final: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত লড়াই ঘনিয়ে এসেছে। ২ নভেম্বর নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পর এখন সবার একটাই প্রশ্ন—ভারতীয় দলের সম্ভাব্য একাদশ কেমন হবে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত নামিয়েছিল ৫ ব্যাটার, ২ অলরাউন্ডার ও ৪ বোলারকে। সেদিন শেফালি ভার্মা সুযোগ পান প্রীতিকা রাওয়ালের জায়গায়। প্রীতিকা চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। হারলিন দিওলকে বাদ দিয়ে রাধা যাদব ও শ্রী চরনী—দু’জন বাঁহাতি স্পিনারকে খেলিয়েছিলেন হরমনপ্রীত কৌর। ফলও মিলেছে দারুণ। শেফালি দ্রুত আউট হলেও, জেমাইমা রডরিগেজের সেঞ্চুরিতে ভারত পৌঁছেছে ঐতিহাসিক জয়ে। আরও পড়ুন- বাবাকে অপমানের যোগ্য জবাব, মেয়ে হয়ে প্রতিশোধ নিলেন জেমিমা! প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়ার মতে, দলে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।তিনি সংবাদমাধ্যমকে বলেছেন—'যতক্ষণ সবাই ফিট আছে, ফাইনালে একই দল নামানোই বুদ্ধিমানের কাজ।' তবে শেফালির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও তাঁকে বাদ দেওয়ার সম্ভাবনা খুবই কম। একবছর পর নিজের প্রথম ওয়ানডে খেলেছেন তিনি, তা-ও সেমিফাইনালে। এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বেশি উইকেট হারিয়েছে স্পিনে। মজার ব্যাপার হল, তাদের দলে একজনও বাঁহাতি ব্যাটার নেই। তাই রাধা যাদব ও শ্রী চরনী—দু’জন বাঁহাতি স্পিনারকেই রেখে দিতে পারেন হরমনপ্রীত। অঞ্জুম বলেন, 'যদি দুই অফ-স্পিনার খেলতে পারে, তাহলে দুই লেফট-আর্ম স্পিনারও খেলতে পারে।' আরও পড়ুন- শ্রেয়সের চোট নিয়ে বিশাল বড় আপডেট, সমর্থকদের 'সুখবর' দিল বিসিসিআই ক্রান্তি গৌড়ের পারফরম্যান্স সেমিফাইনালে খুব একটা ভালো ছিল না—৬ ওভারে ৫৮ রান দিয়ে এক উইকেট। তবুও অঞ্জুম মনে করেন, তাঁকে বাদ দেওয়া ঠিক হবে না। ভারতের হাতে মাত্র তিন জন ফ্রন্টলাইন পেসার, আর অরুন্ধতী রেড্ডি এখনও একটিও ম্যাচ খেলেননি। তাই একই কম্বিনেশনই রাখা হবে বলেই আশা অনুরাগীদের। আরও পড়ুন- এক প্লেট বিরিয়ানির থেকেও কম! বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম জানেন? সম্ভাব্য ভারতীয় একাদশ (Predicted India Playing XI) ১) শেফালি ভার্মা ২) স্মৃতি মান্ধানা ৩) জেমাইমা রডরিগেজ ৪) হারমানপ্রীত কৌর (অধিনায়ক) ৫) দীপ্তি শর্মা ৬) ঋচা ঘোষ (উইকেটকিপার) ৭) অমনজোত কৌর ৮) রাধা যাদব ৯) ক্রান্তি গৌড় ১০) শ্রী চরনী ১১) রেনুকা সিং ঠাকুর রিজার্ভ: স্নেহ রানা, অরুন্ধতী রেড্ডি, হারলিন দিওল, উমা চেত্রী আরও পড়ুন- এই 'ছোট্ট' টোটকাতেই কেল্লাফতে! ভারতের বিশ্বকাপ জয় আটকাতে পারবেনা কেউ তবে এমন দল হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত দল কেমন হবে, তা ঠিক করবে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বোর্ডের কর্তাদের ইচ্ছা-অনিচ্ছাকেও গুরুত্ব দেওয়া হয়। সব মিলিয়ে যাবতীয় হিসেব করেই চূড়ান্ত দল ঠিক করবে ভারতীয় দলের টি ম্যানেজমেন্ট।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Nov 2025 3:33 pm

দাদুর স্টুডিওকে সঙ্গে নিয়ে এবার পরিচালকের আসনে রণবীর কাপুর, জানেন তাঁর ছবির নায়িকা কে?

কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, খুব শীঘ্রই নিজের ছবির কাজ শুরু করতে চলেছেন রণবীর। তবে চমক এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, রাজ কাপুরের হাতে তৈরি আরকে ফিল্মস স্টুডিওকে ফের জীবন্ত করতে চলেছেন অভিনেতা। আর এই ব্যানারেই নিজের প্রথম পরিচালিত ছবি নিয়ে আসবেন নায়ক। তবে এই খবরও শেষ বড় চমক নয়। চমকে রয়েছে রণবীরের ছবির কাস্টিংয়েও।

টিভি 9 বাংলা 1 Nov 2025 3:29 pm

Jalpaiguri |বহুজাতিক সংস্থায় চাকরি তানিয়ার 

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: এবার মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট-এ চাকরি পেলেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের (Jalpaiguri Government Engineering College) ছাত্রী তানিয়া বন্দ্যোপাধ্যায়। ভারতীয় মুদ্রায় বার্ষিক ৫৪ লক্ষ টাকার প্যাকেজে তিনি চাকরিতে যোগ দিচ্ছেন। হুগলির ব্যান্ডেলের মেয়ে হলেও ২০২২ সাল থেকে পড়াশোনার সূত্রে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরকে আপন করে নিয়েছেন তানিয়া। ছাত্রীর এই সাফল্যে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং […] The post Jalpaiguri | বহুজাতিক সংস্থায় চাকরি তানিয়ার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Nov 2025 3:27 pm