২৯ জানুয়ারি রাশিফল: কর্কট রাশির জাতিকারা শিশুদের বিশেষ যত্ন নিন! বাকিদের ভাগ্যে কী?
কেমন কাটবে আপনার আজকের দিনটি?
কালান্তার ( ২৯ জানুয়ারী ২০২৬ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
কীর্ণাহার: ভরসন্ধ্যায় জনবহুল এলাকায় বোমাবাজি ও কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির সাক্ষী থাকল কীর্ণাহার। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কীর্ণাহার বাসস্ট্যান্ড সংলগ্ন এক সোনার দোকানে (Gold Shop Robbery) এই তাণ্ডব চালায় ১০-১২ জনের একটি ডাকাত দল। থানা থেকে মাত্র ৩০০ মিটার দূরে এই ঘটনায় পুলিশের ভূমিকা ও এলাকার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে […] The post Gold Shop Robbery | কীর্ণাহারে ফিল্মি কায়দায় ডাকাতি! থানা থেকে ৩০০ মিটারের মধ্যে বোমা ফাটিয়ে গয়না লুট, আতঙ্ক appeared first on Uttarbanga Sambad .
Top 5 Sports News Highlights: বুধবার (২৮ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে হেরে গেল ভারত। অন্যদিকে, অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ার টেনিস কিংবদন্তী নোভাক জোকোভিচ। এদিকে সুপার কাপ জয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। ভারতের হার নিউজিল্যান্ডের অল-রাউন্ড পারফরম্য়ান্সের দৌলতে চতুর্থ টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া ৫০ রানে হেরে গেল। বুধবার (২৮ জানুয়ারি) বিশাখাপত্তনমের ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। কালো টুপির দল ইতিমধ্যেই চলতি সিরিজ হাতছাড়া করে ফেলেছে। তবে যেভাবে তারা কামব্যাক করল, টি-২০ বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে অবশ্যই স্বস্তিতে রাখবে না। আরও পড়ুন: IND vs NZ 4th T20I Highlights: শেষ ভারতের যাবতীয় আশা, বিশাখাপত্তনমে রাজত্ব নিউজিল্যান্ডের সেমিতে 'জোকার' চলতি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল পর্বে পৌঁছে গিয়েছেন সার্বিয়ার কিংবদন্তী টেনিস তারকা নোভাক জোকোভিচ। তবে যেভাবে তিনি শেষ চারে উঠেছেন, তা সবাইকে হতবাক করেছে। কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার এই টেনিস তারকার লড়াই ইটালির প্রতিপক্ষ লরেঞ্জ়ো মুসেট্টির বিরুদ্ধে হওয়ার কথা ছিল। আরও পড়ুন: Novak Djokovic News: জোকোভিচের মাথায় 'ঈশ্বরের হাত'! চমকে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনে 'সুপার' বর্ষপূর্তি ইস্টবেঙ্গলের বুধবার (২৮ জানুয়ারি) ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়েছে, আজ থেকে ঠিক ২ বছর আগে ভুবনেশ্বরে আমরা এআইএফএফ সুপার কাপ জয় করেছিলাম। আজ কলিঙ্গ জয়ের ২ বছর পূর্ণ হল। এই টুইট দেখে লাল-হলুদ সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। আরও পড়ুন: East Bengal FC: আজকের দিনেই 'ইতিহাস' গড়েছিল ইস্টবেঙ্গল, মনে আছে সেকথা? অজিত পাওয়ারের মৃত্যুতে শোকস্তব্ধ শচীন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বারামতী যাওয়ার সময় একটি বিমান দুর্ঘটনায় মারা যান তিনি। আর এই মৃত্যুর খবর সামনে আসতেই টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-য়ে নিজের শোকজ্ঞাপন করেছেন। আরও পড়ুন: Ajit Pawar Death: অজিত পাওয়ারের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট, কী বললেন শচীন? 'রং'রুটে সৌরভ লাল বলের ক্রিকেটে আপাতত রাজত্ব করছেন জো রুট। যখনই তিনি ব্যাট হাতে মাঠে নামেন, তখনই কোনও না কোনও রেকর্ড কায়েম করেন। এবার তো ওয়ানডে ক্রিকেটেও সেই আগুন ফর্ম দেখতে পাওয়া গেল। টি-২০ বিশ্বকাপের ঠিক আগে শ্রীলঙ্কা সফরে গিয়েছে। ইতিমধ্যে জো রুট ওয়ানডে ক্রিকেটে সাফল্যের এক নয়া শৃঙ্গ স্পর্শ করলেন। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি 'ধামাকা' রেকর্ড হেলায় ভেঙে দিলেন। আরও পড়ুন: Joe Root Record: ২২ গজে বোমা ফাটালেন রুট, ভাঙলেন সৌরভের 'ধামাকা' রেকর্ড আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।
New Rail Line: অবশেষে শোনা যাবে ঝমঝম শব্দ, সিউড়ি-আরামবাগ সহ ১৭৮ কিমি জুড়ে পাতা হবে স্বপ্নের রেলপথ
Railway Projects: আদ্রা ডিভিশনের অন্তর্গত মাথনাশিপুর হল্টকে ব্লক স্টেশনে রূপান্তরিত করা হবে এবং তারকেশ্বর–আরামবাগ শাখায় অবস্থিত জঙ্গলপাড়ার সঙ্গে মাথনাশিপুরের সংযোগকারী একটি নতুন রেললাইন নির্মাণ করা হবে। বর্তমানে এই অঞ্চলের মানুষ নিকটবর্তী রেল স্টেশনে পৌঁছনোর জন্য সড়ক পরিবহনের উপর নির্ভরশীল।
বিশ্বকাপ বয়কট আসলে নাটক! অন্য খেলায় দিব্যি ভারতে আসছে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপ থেকে 'ঘাড়ধাক্কা' খেতে হয়েছে তাদের। তবে বাংলাদেশের অন্তর্বর্তী মহম্মদ ইউনুস সরকার ভারতে ক্রিকেট দল না পাঠালেও পদ্মাপারের দেশের সরকার অন্য খেলোয়াড়দের ভারতে পাঠানোয় আপত্তি জানায়নি।
‘শূন্য’কাটাতে বাবরির নামে ভোট চাওয়া হুমায়ুনই ভরসা! JUP নেতার সঙ্গে জোট বৈঠকে সেলিম
ভোট বৈতরণী পার করতে সাম্প্রদায়িক JUP'র সঙ্গে জোট বামেদের জন্য হিতে-বিপরীত হতে পারে বলে মনে করছেন অনেকেই।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জয়ের মোমেন্টাম ধরে রেখে সিরিজ পকেটে পুরতে নেমেছিল ভারত (IND-NZ T20 Series)। কিন্তু বুধবার বিশাখাপত্তনমের বাইশ গজে ঘটল উলটপুরাণ। টস জিতে প্রথমে ব্যাটিং করে ২১৫ রানের পাহাড় খাড়া করেছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে গেল ভারতীয় ইনিংস। কিউয়িদের কাছে ৫০ রানে হারের ফলে সিরিজে এখন সমতা ফিরল। টসে […] The post IND-NZ T20 Series | একা কুম্ভ শিবম দুবে, কিন্তু শেষরক্ষা হল না, ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে হারল ভারত appeared first on Uttarbanga Sambad .
টপ অর্ডারে সূর্য-অভিষেকদের দায়সারা ব্যাটিং, নিয়মরক্ষার ম্যাচে হারল ভারত
চতুর্থ টি-টোয়েন্টির আগে সব কিছু এক সুরে বাজছিল। তবে বিশাখাপত্তনমের ম্যাচে সব কিছু তালগোল পাকিয়ে গেল টিম ইন্ডিয়ার। পাওনা কেবল শিবম দুবের লড়াই।
গত শনিবার আইসিই আধিকারিকের গুলিতে মৃত্যু হয় অ্যালেক্স প্রেটি নামে এক যুবকের।হোমল্যাল্ড সিকিউরিটি বিভাগ দাবি করে, ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অগ্নেয়াস্ত্র এবং দু’টি ম্যাগাজিন। এমনকী তিনি ওই এলাকায় অগ্নেয়াস্ত্রের ছবিও বিতরণ করছিলেন। পরিস্থিতি জটিল হতেই গুলি চালাতে বাধ্য হন আধিকারিকরা।
২ সপ্তাহ পর দ্বিতীয় বিয়ে বিতর্কে মুখ খুললেন হিরণ! কী বললেন তারকা-বিধায়ক?
সম্প্রতি আচমকা এক বিকেলে বারণসীর এক ঘাটে নিজের দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেন হিরণ। তারপরই সোশাল মিডিয়ায় স্বামীর বিরুদ্ধে সরব হন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা। তাঁর অভিযোগ, ডিভোর্স না দিয়েই নাকি ফের বিয়ে করেছেন বিধায়ক। তা নিয়ে তুমুল চর্চা শুরু হয় সোশাল মিডিয়ায়।
Mamata Banerjee |সময় মিলেছে, সোমেই দিল্লিতে কমিশনের দপ্তরে মমতা! সঙ্গী অভিষেক
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে নির্বাচন কমিশন (ElectionCommission) সময় দিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। আগামী ২ ফেব্রুয়ারি, সোমবার, দিল্লিতে কমিশনের সদর দপ্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন তৃণমূলনেত্রী, এবং তৃণমূল সূত্রে খবর, তাঁর সঙ্গে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই […] The post Mamata Banerjee | সময় মিলেছে, সোমেই দিল্লিতে কমিশনের দপ্তরে মমতা! সঙ্গী অভিষেক appeared first on Uttarbanga Sambad .
Rail in Suri: ১০০ বছর পর সিউড়িতে তৈরি হচ্ছে এই রেললাইন, তাতেও তরজা!
Birbhum: পাল্টা আজ রেল মন্ত্রকের দেওয়া চিঠি ও ভিডিয়ো প্রকাশ করে জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন, রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে তাঁর প্রস্তাবেই। তিনি বলেন, আমার মতো ক্ষুদ্র এক বিজেপি নেতার কথায় রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে, এটাতে আমি খুবই খুশি। এর আগেও মেমু এক্সপ্রেস চালু করেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়।
ইউনুসের পাকিস্তান প্রেম! ১৪ বছর পর বৃহস্পতিবারই চালু হচ্ছে ঢাকা-করাচি উড়ান
বাংলাদেশের বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারওয়েস জানিয়েছে, প্রথম উড়ানের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
SIR আতঙ্কে মতুয়ারা! শান্তনুর মুখে সেই সিএএ, ‘ব্যবসা করছেন’, কটাক্ষ তৃণমূলের
বুধবার বাগদায় মতুয়া মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন শান্তনু ঠাকুর। সেখানে সিএএতে আবেদনের কথা বলেন তিনি।
কেদারনাথে অ-হিন্দু প্রবেশে নিষেধাজ্ঞা, সনাতন আদর্শকে কলুষিত করবে?
নানা ভাষা, নানা মত, নানা পরিধানের ভারতে বিবিধের মাঝে মহান মিলনের যে সুর প্রাচীন সময় থেকে চলে আসছে, তা অস্বীকার করে সংখ্যাগুরুর আধিপত্য চাপিয়ে দেওয়ার ভাবনা মাথায় আসতে পারে কিছু মূর্খেরই।
সাতদিনে সাত প্রেমিক! ‘রস্টার ডেটিং’য়ের নেশায় বুঁদ জেন জি, কেন বাড়ছে এই প্রবণতা?
সত্যিই কি 'ট্রায়াল অ্যান্ড এরর' পদ্ধতিতে সম্পর্ক স্বাস্থ্যকর নাকি মোটেও নয়?
বুদ্ধবাবু ফিরিয়েছিলেন, গ্রহণ করছে অচ্যুতানন্দনের পরিবার! পদ্মপ্রাপ্তি নিয়ে প্রশ্ন সিপিএমের অন্দরেই
দলের অন্দরে ইতিউতি প্রশ্ন উঠছে, অচ্যুদানন্দনের পরিবারকে বুঝিয়ে কি এই বিতর্ক এড়ানো যেত না। নাকি কেরল ও বাংলা লবির জন্য নিয়ম আলাদা?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের মাটিতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে যখন বার বার আশঙ্কা প্রকাশ করছে ওপার বাংলার অন্তর্বর্তী সরকার, ঠিক তখনই এক ভিন্ন ছবি ধরা পড়ল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের পাঠাতে রাজি না হলেও, দিল্লির এশিয়ান রাইফেল অ্যান্ড শুটিং চ্যাম্পিয়নশিপে (Asian Shooting Championship) প্রতিযোগী পাঠাতে কোনো আপত্তি করল না আসিফ নজরুলের নেতৃত্বাধীন যুব ও ক্রীড়া […] The post Bangladesh Shooting Team | ক্রিকেটে ‘না’, শুটিংয়ে ‘হ্যাঁ’ বাংলাদেশের! ভারতের নিরাপত্তা নিয়ে ঢাকার ‘দ্বিচারিতা’ ঘিরে বিতর্ক appeared first on Uttarbanga Sambad .
CPIM: ‘বাংলার যেখানে যেখানে সিপিএম জিতবে…’, বড় ঘোষণা শতরূপের, শীঘ্রই ইস্তেহার প্রকাশ বামেদের!
Shatarup Ghosh: বুধবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভার লক্ষ্মীপুর আটপাড়ায় বামেদের একটি সভা ছিল। সেখানেই শতরূপ ঘোষের মুখে প্রতিশ্রুতির কথা শোনা যায়। বামেরা জিতে বিধায়ক হলে, কী কী কাজ করা হবে, সে কথাও ঘোষণা করে দিয়েছেন শতরূপ।
ভয়শূন্য চিত্তে করেছেন প্রতিবাদ, উচ্চ শিরেই ‘অবসর’, আবেগী অরিজিতের নির্ভীক সত্তায় গর্বিত ভক্তকুল
নিজভূমে রাজপাট সাজিয়ে যোদ্ধা যখন মহারণক্ষেত্রের জন্য প্রস্তুত হচ্ছেন, তখন অরিজিৎ সিংয়ের আকস্মিক স্বেচ্ছাবসর নিয়ে একাধিক ত্বত্ত্ব চাউড় সিনেপাড়ায়।
Arijit Singh: ৪০ টাকার খাবারের রেস্তোরাঁ ‘হেশেল’, অরিজিতের মানবিক দিক দেখার মত...
মঙ্গলবার হঠাৎ করেই প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে গোটা সঙ্গীত জগতকে চমকে দিলেন অরিজিৎ সিং। সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ব্যাটল অফ গালওয়ান-এর জন্য গাওয়া তাঁর সর্বশেষ ট্র্যাক ‘মাতৃভূমি’ মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় এই বড় সিদ্ধান্তের কথা জানান জনপ্রিয় গায়ক। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় অরিজিৎ লেখেন, “হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে একজন শ্রোতা হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর কোনও নতুন প্লেব্যাক গান গাইব না। যাত্রাটা ছিল অসাধারণ।” তবে তিনি স্পষ্ট করে দেন, সঙ্গীত থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন না। বরং ধ্রুপদী সংগীত চর্চা ও লাইভ কনসার্টে আরও বেশি মনোযোগ দিতে চান। তাঁর কথায়, “আমি গান গাওয়া বন্ধ করছি না। ভবিষ্যতে আরও শিখতে চাই, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চাই।” এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া- একদিকে বিস্ময়, অন্যদিকে ভালোবাসা ও শুভকামনার ঢল। Arijit Singh: দমবন্ধ হয়ে আসছিল অরিজিতের! কেন প্লে-ব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিলেন? আসল রহস্য সামনে... তবে, এই শিল্পীর যেমন মঞ্চের আলোয় তুখোড় প্রতিভা, তেমনি মঞ্চের বাইরেও তাঁর মানবিক উদ্যোগে প্রশংসা কুড়িয়েছেন অরিজিৎ সিং। ভারতের অন্যতম জনপ্রিয় এই শিল্পী সমাজসেবা করতেও পিছপা হন না। এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সবার জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নিজের শহর জিয়াগঞ্জে তাঁর বিশেষ রেস্তোরাঁ- ‘হেশেল’ ঠিক তাঁরই উদাহরণ। এই রেস্তোরাঁর মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার পৌঁছে দেওয়া। জানা গিয়েছে, এখানে মাত্র ৪০ টাকায় পুষ্টিকর খাবার পাওয়া যায়। অরিজিতের পরিবারের মালিকানাধীন একটি পুরনো পারিবারিক ব্যবসার অংশ হিসেবেই এই উদ্যোগ, যা তদারকি করেন তাঁর বাবা গুরদয়াল সিং। যদিও কিছু সূত্রের দাবি, এই বিশেষ মূল্যের খাবার মূলত শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট। মেয়েদের জন্যও নানা কাজ করেছেন অরিজিত। ১৮ বছর বয়সে কেরিয়ার শুরু করা অরিজিৎ সিং আজ পর্যন্ত বিভিন্ন ভাষায় ৩০০-রও বেশি গান গেয়েছেন। সাফল্যের শীর্ষে থেকেও সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতা তাঁকে আলাদা করে চিহ্নিত করেছে- প্লেব্যাক থেকে অবসর এবং ‘হেশেল’-এর মতো উদ্যোগ তারই উজ্জ্বল উদাহরণ।
বড়দের ভুলে ঘাড়ে পড়ল ভারী লাউডস্পিকার! মুম্বইয়ে মৃত্যু ৩ বছরের শিশুকন্যার
স্থানীয়দের অভিযোগ, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান আযোজকদের গাফিলতিতে দুর্ঘটনা ঘটেছে।
নতুন অজুহাত! বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে আইসিসি-কে কাঠগড়ায় তুলল বাংলাদেশ
বাংলাদেশের তিন হাত। ডানহাত, বামহাত, অজুহাত। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে এসে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি তারা। দীর্ঘ টালবাহানা, বিতর্ক, অজুহাতের পর শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপ থেকে ছাঁটাই হয়েছে পদ্মাপারের দেশ।
‘শুল্কযুদ্ধের’ মধ্যেই আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাচ্ছেন জয়শংকর, বাণিজ্যচুক্তি নিয়ে কাটছে জট?
মার্কিন কর্পোরেট সংস্থাগুলির চাপে কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি পণ্যের ভারতীয় বাজার উন্মুক্ত করতে চায় আমেরিকা। সেই শর্তে রাজি নয় ভারত। তার ফলেই আটকে রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি।
Malda: মাঝির ছদ্মবেশে নৌকায় লুকিয়ে পুলিশ… মালদহে মাঝনদীতে নাটকীয় ‘অপারেশন’
Police Operation: মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের কাছে খবর ছিল, ঝাড়খন্ড থেকে তিনজন দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে মালদহে পাচার করতে আসছিল। সেই খবর পেয়েই মাঝি সেজে মাঝনদীতে নৌকায় লুকিয়ে পড়ে পুলিশ। অস্ত্র ভরা নৌকা এগোতেই পুলিশ আটকায়।
Cooch Behar Cricket |কোচবিহারের মহারাজার সতীর্থ ক্রিকেট নক্ষত্র প্রণব গুহর জীবনাবসান
শিবশংকর সূত্রধর, কোচবিহার: স্তব্ধ হয়ে গেল কোচবিহারের ক্রীড়া ইতিহাসের (Cooch Behar Cricket) একটি অধ্যায়। প্রয়াত হলেন মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের (Maharaja Jagaddipendra Narayan) ক্রিকেট দলের অন্যতম সদস্য তথা প্রবীণ ক্রীড়াবিদ প্রণব গুহ (৮০) (Pranab Guha)। বুধবার সকালে কোচবিহারের নতুন বাজার এলাকার নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ ক্রিকেটার। মহারাজার প্রিয় […] The post Cooch Behar Cricket | কোচবিহারের মহারাজার সতীর্থ ক্রিকেট নক্ষত্র প্রণব গুহর জীবনাবসান appeared first on Uttarbanga Sambad .
Mausam Noor |‘গনি খানের আদর্শেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব’, গাজোলে আবেগঘন প্রত্যাবর্তনের সভা মৌসমের
গাজোল: দীর্ঘ কয়েক বছরের ব্যবধান ঘুচিয়ে ফের মালদহের মাটিতে কংগ্রেসের সেই পুরনো মেজাজে দেখা গেল মৌসম বেনজির নূরকে (Mausam Noor)। বুধবার গাজোল ব্লক কংগ্রেসের উদ্যোগে বিদ্রোহী মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় হাজির হয়ে মৌসম শুধু বিজেপি বা তৃণমূলকে আক্রমণ করলেন না, বরং নিজের দলবদল নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে এক বড়সড় শপথও নিলেন। এদিন তাঁর পাশে […] The post Mausam Noor | ‘গনি খানের আদর্শেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব’, গাজোলে আবেগঘন প্রত্যাবর্তনের সভা মৌসমের appeared first on Uttarbanga Sambad .
অর্শদীপের ৩ উইকেট, তবুও ২০০ পেরল নিউজিল্যান্ড, ঈশানহীন ভারতের সামনে চ্যালেঞ্জ?
বিশাখাপত্তনমের এই 'নিয়মরক্ষার' ম্যাচও ভারতের কাছে গুরুত্বপূর্ণ ছিল দুই দলের কাছেই। জয়ের মোমেন্টাম ধরে রাখার মাঠে নামা ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের টসভাগ্য বুধবারও সুপ্রসন্ন ছিল।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাচ্চার খাওয়া-দাওয়া নিয়ে চিন্তিত থাকেন না এমন বাবা-মা খুঁজে পাওয়া ভার। প্রতিদিন খাবার টেবিলে এক প্রকার যুদ্ধ চলে—একদিকে বাচ্চার জেদ, অন্যদিকে বাবা-মায়ের জোরাজুরি। কিন্তু জোর করে নয়, বরং কিছু সহজ কৌশলেই আপনার সন্তানের খাদ্যাভ্যাসে বড় বদল আনা সম্ভব। ১. জোর নয়, ধৈর্য ধরুন বাচ্চাকে জোর করে খাওয়ানো হিতে বিপরীত হতে পারে। […] The post Parenting Tips | খুদের খাদ্যাভ্যাসে বড় বদল! খাবারের প্লেটেই লুকিয়ে আছে সমাধান! জেনে নিন কিছু দরকারি টিপস appeared first on Uttarbanga Sambad .
নেতানিয়াহুর আমন্ত্রণ, মুক্ত বাণিজ্য চুক্তির পরেই ইজরায়েল সফরে কৌশলী মোদি!
ইজরায়েলের রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। এমনকী মোদির সফর নিয়ে ইতিমধ্যে সরকারি প্রস্তুত শুরু হয়েছে তেল আবিবে।
বিধানসভায় প্রার্থী হতে রাজি না হওয়ায় দূরত্ব বাড়িয়েছে বিজেপি! বিস্ফোরক অভয়ার বাবা
আরজি কর কাণ্ডের পর অভয়ার সুবিচারের দাবিতে পথে নেমেছিল বঙ্গ বিজেপি। একাধিকবার অভয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু বেশ কিছুদিন হল অভয়ার পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বঙ্গ বিজেপির।
Leopard Attack |ধূপগুড়িতে সরষে খেতে চিতাবাঘের হানা! অল্পের জন্য রক্ষা পেলেন কৃষক, এলাকায় আতঙ্ক
ধূপগুড়ি: ডুয়ার্সের জঙ্গল লাগোয়া জনপদে ফের বন্যপ্রাণের হানা। বুধবার বিকেলে ধূপগুড়ি ব্লকের উত্তর খূট্টিমারি এলাকায় নিজের সরষে খেতে গিয়ে চিতাবাঘের অতর্কিত আক্রমণের (Leopard Attack) শিকার হলেন কৃষক প্রসেনজিৎ রায়। চিতাবাঘের নখের আঘাতে তাঁর মুখ ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে। বর্তমানে তিনি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে প্রসেনজিৎবাবু একাই […] The post Leopard Attack | ধূপগুড়িতে সরষে খেতে চিতাবাঘের হানা! অল্পের জন্য রক্ষা পেলেন কৃষক, এলাকায় আতঙ্ক appeared first on Uttarbanga Sambad .
কাকভোরে তোলপাড়, ব্যাগ খুলতেই চোখ ছানাবড়া, কালঘাম ছুটল দুঁদে পুলিশ অফিসারদের
নৌ-চালকের ছদ্মবেশে অভিনব কৌশলে বেআইনি আগ্নেয়াস্ত্রসহ ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। বুধবার কাকভোরে কালিয়াচক থানার অন্তর্গত চরবাবুপুর এলাকার মাঝ গঙ্গা থেকে নৌকার মধ্যেই ওই যুবককে হাতেনাতে ধরা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি ৭ এমএম পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ২১ রাউন্ড তাজা কার্তুজ। বুধবার বিকেলে গোটা ঘটনার বিস্তারিত জানাতে মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, ধৃতের নাম সাব্বির আলম (২১)। তার বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার রাজ্জাকটোলা এলাকায়। জেলা পুলিশ অফিসার রাম সাহার নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করেই এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরবেলা গোপন সূত্রে খবর আসে যে ঝাড়খণ্ড থেকে একটি অস্ত্র পাচারকারী চক্র মালদার দিকে আসছে। সঙ্গে সঙ্গে জেলা পুলিশের একটি বিশেষ দল নৌ-চালক ও যাত্রীর বেশ ধরে কালিয়াচক থানার চরবাবুপুর এলাকায় পৌঁছায়। সেখান থেকে একটি যন্ত্রচালিত নৌকা নিয়ে তারা গঙ্গা নদী পার হয়ে ঝাড়খণ্ডের দিকে যায়। উল্লেখ্য, এই নদীপথ দিয়ে প্রতিদিন বহু মানুষ ঝাড়খণ্ড ও মালদার মধ্যে যাতায়াত করে। পুলিশ জানায়, নদীর ওপারে নৌকা ভিড়তেই কয়েকজন সাধারণ যাত্রীর সঙ্গে কাঁধে ব্যাগ নিয়ে ওই যুবক নৌকায় ওঠে। নৌকায় তখন মাঝি ও যাত্রী সেজে ৫ থেকে ৬ জন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। মাঝ গঙ্গায় পৌঁছতেই সন্দেহভাজন যুবকের ব্যাগ তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকরা। তল্লাশিতেই ব্যাগের ভেতর থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পুলিশ সুপার আরও জানান, ধৃতের সঙ্গে ঝাড়খণ্ডের আরও দু’জন দুষ্কৃতীর থাকার কথা ছিল। তবে তারা কোনওভাবে পালিয়ে যায় বলে অনুমান করা হচ্ছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি মালদার কোথায় এবং কার কাছে পাচার করার পরিকল্পনা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় আরও কয়েকজনের নাম পুলিশের হাতে এসেছে বলেও জানিয়েছেন তিনি। গোটা ঘটনার তদন্ত চলছে। আরও পড়ুন- 'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল
Ajit Pawar Death in Plane Crash: আগে একই দলে ছিলেন কাকা-ভাইপো। পরে দ্বন্দ্বের জেরে ফাটল ধরে। এনসিপি ভেঙে দ্বিখণ্ডিত হয়। তৈরি হয় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ চন্দ্র পওয়ার)। কাকা-ভাইপোর এই বিভেদের মাঝেই সম্প্রতি শোনা যাচ্ছিল যে আবার তারা একজোট হয়ে যেতে পারেন। তবে তা আর হল না। তার আগেই আজ এল দুঃসংবাদ।
Ajit Pawar Plane Crash |‘নিছক দুর্ঘটনা, কোনও ষড়যন্ত্র নেই’, ভাইপোর মৃত্যু নিয়ে জল্পনায় জল ঢাললেন শরদ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেঘাচ্ছন্ন বারামতীর রানওয়েতে নামার ঠিক কয়েক মুহূর্ত আগের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের প্রাণ (Ajit Pawar Plane Crash)। বুধবার সকালে দিল্লিভিত্তিক ভিএসআর ভেঞ্চারসের একটি বেসরকারি লিয়ারজেট-৪৫ বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়। পওয়ারের পাশাপাশি বিমানে থাকা আরও চারজনের মৃত্যু হয়েছে। আর এই দুর্ঘটনার পর থেকেই রাজনীতির অলিন্দে ষড়যন্ত্রের তত্ত্ব […] The post Ajit Pawar Plane Crash | ‘নিছক দুর্ঘটনা, কোনও ষড়যন্ত্র নেই’, ভাইপোর মৃত্যু নিয়ে জল্পনায় জল ঢাললেন শরদ appeared first on Uttarbanga Sambad .
মমতার সিঙ্গুরের সভার দিনেই শক্তি দেখালো তৃণমূল, শ'য়ে শ'য়ে মানুষ যোগ দিলেন ঘাসফুলে, ফিকে পদ্ম শিবির
মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। বুধবার দুপুরে মোথাবাড়ি বিধানসভার রাজনগর অঞ্চলে কংগ্রেস ও বিজেপি ছেড়ে শতাধিক কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন। রাজনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি মহম্মদ টুমিন শেখ, রাজনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা শোভা মণ্ডল এবং তাঁর স্বামী, স্থানীয় বিজেপি নেতা নিবারণ মণ্ডল এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এদিন মোথাবাড়ি বিধানসভার রাজনগর এলাকার তৃণমূল কার্যালয়ে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বিজেপি ও কংগ্রেস ছেড়ে আসা শোভা মণ্ডল ও মহম্মদ টুমিন শেখ জানান, দীর্ঘদিন ধরে দলে থাকলেও তাঁরা কোনও যোগ্য মর্যাদা পাননি। তাঁদের অভিযোগ, বিভিন্ন সময়ে দলের কর্মী-সমর্থকেরা হয়রানি ও নির্যাতনের শিকার হলেও জেলা নেতৃত্ব পাশে দাঁড়ায়নি। পাশাপাশি বিরোধী দলে থেকে সাধারণ মানুষের জন্য কোনও উন্নয়নমূলক কাজ করাও সম্ভব হচ্ছিল না বলে জানান তাঁরা। যোগদানকারীদের আরও বক্তব্য, রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নমূলক কাজ এবং একাধিক জনমুখী সরকারি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তাতেই অনুপ্রাণিত হয়ে তাঁরা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলে এসে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পাবেন বলেই তাঁদের বিশ্বাস। এ বিষয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যজুড়ে বিজেপি ও কংগ্রেস ছেড়ে বহু নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। সামনে বিধানসভা নির্বাচন, তাই মালদা জেলার ১২টি আসন দখল করাই দলের লক্ষ্য। সেই উদ্দেশ্যেই বিভিন্ন ব্লক ও অঞ্চলে ধারাবাহিকভাবে যোগদান কর্মসূচি চলছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ দেখেই এদিন বিজেপি ও কংগ্রেসের বহু পুরনো কর্মী তৃণমূলে যোগদান করেছেন। আরও পড়ুন- 'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল
বাংলাদেশে নাগরিকের মৌলক অধিকার চ্যালেঞ্জের মুখে! মানবাধিকার সংস্থার চিঠিতে অস্বস্তিতে ইউনুস
বাংলাদেশের অন্তবর্তী সরকারের আমলে বারবার সংখ্যালঘু নির্যাতন তথা মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে মহম্মদ ইউনুসকে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জেনারেল সেক্রেটারি অ্যাগনেস ক্যালামার্ড।
এই খাবারগুলি কাঁচা খাচ্ছেন? শরীরের বারোটা বাজল বলে!
কোন খাবারে কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে?
Isha Foundation: শ্মশান নির্মাণে কোনও বাধা নেই, হাইকোর্টে স্বস্তি ইশা ফাউন্ডেশনের
Isha Foundation: হাইকোর্ট উল্লেখ করেছে, পানীয় জলের উৎস থেকে ৯০ মিটারের মধ্যে শ্মশান তৈরির ক্ষেত্রে কোনও বাধা নেই তামিলনাড়ু ভিলেজ পঞ্চায়েত আইনে। আইন অনুযায়ী, পঞ্চায়েতের তরফ থেকে লাইসেন্স নিতে হবে শুধুমাত্র। তাহলেই শ্মশান তৈরিতে কোনও বাধা থাকবে না।
লাশটা কোথায় লুকোব? আচমকা গাড়ির কাচ নামিয়ে প্রৌঢ়াকে প্রশ্ন যুবকের! তারপর…
ভিডিও ঘিরে সোশাল মিডিয়ায় হাসির রোল!
বানারহাট: নতুন বছরের শুরুতে বড়সড় স্বস্তি ডুয়ার্সের চা বলয়ে। টানা দেড় মাস পরিচালকহীন অবস্থায় পড়ে থাকার পর আগামী শুক্রবার থেকে খুলে যাচ্ছে বানারহাটের মোগলকাটা চা বাগান (Mogul kata Tea Garden)। বুধবার জলপাইগুড়ির ডেপুটি লেবার কমিশনার শুভাগত গুপ্তর দপ্তরে এক দীর্ঘ ত্রিপাক্ষিক বৈঠকের পর এই জট খুলেছে। এর ফলে বাগানের প্রায় ১১০০ স্থায়ী ও অস্থায়ী শ্রমিক […] The post Mogul kata Tea Garden | টানা দেড় মাস পর খুলছে মোগলকাটা চা বাগান! শ্রম দপ্তরের বৈঠকে কাটল জট, শনিবার মিলবে বকেয়া মজুরি appeared first on Uttarbanga Sambad .
স্ক্রিনিং কমিটির নতুন বৈঠকে ঠিক হল চলতি বছরের বাংলা সিনে ক্যালেন্ডার, কবে মুক্তি পাচ্ছে কার ছবি?
এদিন 'ইম্পা'র অফিসে স্ক্রিনিং কমিটির বৈঠকের পর অবশেষে জানানো হয় বাংলা ছবির নতুন ক্যালেন্ডার সম্পর্কে। প্রকাশ্যে আনা হল আগামী মে মাস পর্যন্ত কোন নির্দিষ্ট তারিখে কোন কোন প্রযোজনা সংস্থা ছবি মুক্তি দিতে চলেছে।
Milk Remedies: দুধ আমাদের দৈনন্দিন জীবনে একেবারেই সাধারণ একটি খাদ্য হলেও, শাস্ত্র ও জ্যোতিষে এর গুরুত্ব অত্যন্ত গভীর। আমরা সাধারণত দুধকে শুধু পুষ্টির উৎস হিসেবেই দেখি, কিন্তু বৈদিক জ্যোতিষ মতে দুধ হল চন্দ্রগ্রহ ও লক্ষ্মী শক্তির প্রতীক। এই কারণেই দুধ দিয়ে কিছু নির্দিষ্ট উপায় পালন করলে জীবনের নানা জটিলতা ধীরে কাটতে শুরু করে এবং ভাগ্যের চাকা অনুকূলে ঘুরতে পারে। আশ্চর্যের বিষয় হল, এই উপায়গুলিতে দুধ খাওয়ার কোনও প্রয়োজন নেই, বরং সঠিক নিয়মে ব্যবহার করলেই সুফল পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমান সময়ে আর্থিক চাপ, কাজের অনিশ্চয়তা এবং উপার্জনের অস্থিরতা অনেকের জীবনেই নিত্যসঙ্গী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দুধের মাধ্যমে মা লক্ষ্মীর কৃপা আকর্ষণ করা সম্ভব। নিয়ম মেনে দুধ, জল ও সামান্য চিনি একসঙ্গে মিশিয়ে লক্ষ্মীর অভিষেক করলে এবং পরে সেই দুধ অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করলে ধীরে অর্থকষ্ট কমতে শুরু করে। এই উপায় নিয়মিত পালন করলে আটকে থাকা অর্থ ফিরে আসার সম্ভাবনা তৈরি হয় এবং নতুন আয়ের পথ খুলে যেতে পারে। আরও পড়ুন- পূর্বপুরুষেরা কি স্বপ্নে এসে কথা বলতে চান? নেপথ্যে থাকতে পারে ভয়ঙ্কর ইঙ্গিত! পেশাগত জীবনে বহু মানুষ কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য পান না। কাজের জায়গায় বাধা, উন্নতির সুযোগ আটকে যাওয়া কিংবা বারবার ব্যর্থতার মুখোমুখি হওয়া—এই সবই গ্রহগত সমস্যার ইঙ্গিত হতে পারে। শাস্ত্র মতে পূর্ণিমা বা বিশেষ তিথিতে প্রবাহিত জলে কাঁচা দুধ অর্পণ করলে কর্মক্ষেত্রে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। এতে ধীরে পেশাজীবনের জট খুলতে শুরু করে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও দৃঢ় হয়। আরও পড়ুন- সামুদ্রিক শাস্ত্র বলছে এই ধরনের আঙুলের সঙ্গীরা হন ভীষণ রোমান্টিক ও যত্নশীল অনেক সময় জীবনে সব কিছু ঠিক থাকার পরেও অদৃশ্য এক অস্বস্তি কাজ করে। কাজ করতে ইচ্ছে করে না, মন অস্থির থাকে, সম্পর্কেও টানাপোড়েন দেখা দেয়। জ্যোতিষশাস্ত্র বলছে, এটি গ্রহের কুদৃষ্টির ফল হতে পারে। সোমবার শিবের মাথায় কাঁচা দুধ ঢাললে মানসিক ভারসাম্য ফিরতে শুরু করে এবং জীবনের জটিলতা অনেকটাই হালকা হয়ে যায়। চন্দ্রগ্রহের প্রভাব শান্ত হলে সিদ্ধান্ত ও আবেগের ওপর নিয়ন্ত্রণ আসে, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। আরও পড়ুন- এবছর জয়া একাদশী কবে, ২৮ না ২৯ জানুয়ারি? সঠিক তিথি, শুভ সময় এবং উপবাসের গুরুত্ব জানুন পারিবারিক শান্তি মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। অথচ আজকের ব্যস্ত জীবনে ভুল বোঝাবুঝি, অকারণ ঝগড়া এবং মানসিক দূরত্ব খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। শাস্ত্র মতে দুধ দিয়ে চাল ধুয়ে তা প্রবাহিত জলে অর্পণ করলে সংসারে শান্তি ফিরতে শুরু করে। এই উপায় নিয়মিত মানলে পরিবারের সদস্যদের মধ্যে সহানুভূতি ও বোঝাপড়া বাড়ে এবং ঘরের পরিবেশ ধীরে ইতিবাচক হয়ে ওঠে। আরও পড়ুন- কর্পূর দিয়ে এই উপায়ে নিয়মিত শিবমন্ত্র জপ করলে মন ভাল হবে, কৃপা মিলবে দ্রুত অনেকে আয়ের অভাব না থাকলেও মনে করেন তাঁদের উপার্জন অনুযায়ী পরিশ্রমের ফল পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে দুধ সংক্রান্ত একটি সহজ উপায় মানসিক দিক থেকে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। শনিবার রাতে মাথার কাছে দুধ রেখে ঘুমোনো এবং পরদিন নির্দিষ্ট গাছের তলায় সেই দুধ অর্পণ করার প্রক্রিয়াটি প্রতীকী হলেও এর মাধ্যমে মন অবচেতনভাবে সমৃদ্ধির দিকে মনোনিবেশ করে। এর ফলে সুযোগ চিনতে পারার ক্ষমতা বাড়ে এবং অর্থনৈতিক সিদ্ধান্তে স্থিরতা আসে।
Arijit Singh: দমবন্ধ হয়ে আসছিল অরিজিতের! কেন প্লে-ব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিলেন? আসল রহস্য সামনে...
মঙ্গলবার হঠাৎ করেই প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে গোটা সঙ্গীত জগতকে চমকে দিলেন অরিজিৎ সিং। সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ব্যাটল অফ গালওয়ান-এর জন্য গাওয়া তাঁর সর্বশেষ ট্র্যাক ‘মাতৃভূমি’ মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় এই বড় সিদ্ধান্তের কথা জানান জনপ্রিয় গায়ক। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “হ্যালো, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে একজন শ্রোতা হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর কোনও নতুন প্লেব্যাক গান গাইব না। যাত্রাটা ছিল অসাধারণ।” তবে তিনি স্পষ্ট করে দেন, সঙ্গীত থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন না- বরং ধ্রুপদী গান ও লাইভ কনসার্টে আরও মনোযোগী হতে চান। এরপর নিজের ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে ভক্তদের উদ্দেশে একাধিক পোস্টে অরিজিৎ তাঁর সিদ্ধান্তের নেপথ্যের কারণ ব্যাখ্যা করেন। ৩৮ বছর বয়সি এই শিল্পীর কথায়, “এই সিদ্ধান্ত হঠাৎ নয়। এর পিছনে একাধিক কারণ রয়েছে। দীর্ঘদিন ধরেই আমি এটা ভাবছিলাম, অবশেষে সাহস সঞ্চয় করতে পেরেছি।” নিজের সৃজনশীল অস্থিরতার কথাও অকপটে স্বীকার করেন তিনি। লেখেন, “আমি খুব দ্রুত বিরক্ত হয়ে পড়ি। একই ফর্মুলায় বারবার গান গাইতে গাইতে একসময় দমবন্ধ লাগে। বেঁচে থাকার জন্য আমাকে নতুন কিছু করতে হবে।” Arijit Singh: প্রথম ৫-এ না পৌঁছেও জীবন সংগ্রামে সফল, অরিজিত সিংয়ের অজানা কাহিনী জানলে গর্ব হবে শুধু নিজের জন্য নয়, ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভার জায়গা করে দেওয়ার ইচ্ছাও রয়েছে তাঁর। অরিজিতের মতে, “আমি এমন একজন নতুন গায়কের অপেক্ষায় আছি, যে আমাকে আবার অনুপ্রাণিত করবে।” ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, “আমি আমার নিজের সঙ্গীত তৈরি করব। যখন প্রস্তুত হব, তখনই তা শ্রোতাদের সামনে আনব। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে ফিরে যেতে চাই, আবার শুরু করতে চাই।” তবে চলতি বছরের কিছু পূর্ব প্রতিশ্রুতি তিনি অবশ্যই পূরণ করবেন বলেও আশ্বাস দেন। Hiraan Chatterjee: 'না খেলাম, না আঁচালাম..', হিরণের দ্বিতীয় বিয়েকে ডোন্ট কেয়ার চিরঞ্জিতের অরিজিতের ঘোষণায় আবেগে ভেসেছেন অনুরাগী ও সহশিল্পীরা। প্রবীণ গায়ক উদিত নারায়ণ বলেন, “অরিজিৎ অল্প সময়েই অসাধারণ উচ্চতায় পৌঁছেছে। অবসর নেওয়া তার সিদ্ধান্ত, কিন্তু তার কণ্ঠ মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।” আরমান মালিক লেখেন, “ভালোবাসা ও শ্রদ্ধা— শিল্পে আপনার অবদানের জন্য ধন্যবাদ।” সুরকার অমল মল্লিকের কথায়, “তোমার সিদ্ধান্তকে সম্মান করি, তবে তোমাকে ছাড়া ফিল্ম মিউজিক আগের মতো থাকবে না।” বাদশা সংক্ষেপে লেখেন, “সাদিওঁ মে এক।” নিঃসন্দেহে, প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ালেও অরিজিতের সঙ্গীতযাত্রার এই নতুন অধ্যায় শ্রোতাদের জন্য সমানভাবেই প্রতীক্ষার।
টানটান উত্তেজনা, বেঙ্গল সুপার লিগের প্রথম পর্বের সেমিফাইনালে জয়ী জেএইচআর ও হাওড়া-হুগলি
বেঙ্গল সুপার লিগে এবারের সেমিফাইনাল পর্ব শুরু হল। চার দল ডাবল লেগে সেমিফাইনাল খেলল বুধবার।
College news: গোবরডাঙা হিন্দু কলেজের অনুষ্ঠানের ব্যানারে ‘কলেজ’ বানান ভুল
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই অনুষ্ঠান মঞ্চে লাগানো ব্যানারে 'কলেজ' বানান ভুল নিয়ে উঠছে নানা প্রশ্ন। ইতিমধ্যেই অনেকে সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন। কলেজের প্রিন্সিপালের সাফাই এটা প্রিন্টিং থেকে মিসটেক হয়েছে। অনুষ্ঠানের আগের দিন অনেক রাতে লাগানো হয়েছিল তাই খেয়াল করেনি।
সামসী: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই মালদহের মালতীপুর বিধানসভা কেন্দ্রে বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস (Malatipur Congress)। বুধবার বিকেলে রতুয়া-২ ব্লকের শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর প্রাইমারি স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মালতীপুরের বিধায়ক তথা তৃণমূলের দাপুটে নেতা আব্দুর রহিম বক্সি (Abdur Rahim Bakshi) তাঁদের হাতে দলীয় পতাকা তুলে […] The post Malatipur Congress | বিধানসভার আগে মালতীপুরে কংগ্রেসে ভাঙন! শ্রীপুরে বিধায়কের হাত ধরে তৃণমূলে শতাধিক নেতাকর্মী appeared first on Uttarbanga Sambad .
Palak Mushroom |স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘পালং মাশরুম’
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পালং শাক আর মাশরুমের যুগলবন্দী মানেই পুষ্টি আর স্বাদের এক দারুণ মিল। রুটি, পরোটা বা গরম ভাতের সাথে এই পদটি জমে যায়। নিচে আপনার জন্য ‘পালং মাশরুম’ তৈরির একটি সুন্দর রেসিপি দেওয়া হলো।শীতের টাটকা পালং আর মাশরুম দিয়ে তৈরি এই গ্রেভিটি যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর। খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়ার […] The post Palak Mushroom | স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘পালং মাশরুম’ appeared first on Uttarbanga Sambad .
‘লাদেনকে চেয়ারম্যান করুন’, ট্রাম্পের শান্তি কমিটিতে পাকিস্তান যোগ দিতেই সমাজমাধ্যমে মিমের বন্যা
নীতিগত ভাবে বরাবরই প্যালেস্তাইনের সমর্থক পাকিস্তান। সেই কারণে ইসলামাবাদ ইজরায়েলকে রাষ্ট্র হিসাবেই স্বীকৃতি দেয়নি। তা নিয়ে দু’দেশের মধ্যে বিরোধও রয়েছে। ট্রাম্পের গাজা শান্তি কমিটিতে পাকিস্তানের যোগদান নিয়ে আপত্তি তুলেছিল ইজরায়েল। যদিও তা ধোপে টেকেনি।
চকোলেটের গায়ে সাদা দাগ দেখেই ফেলে দেন! আসল কারণ জানেন তো?
চকলেটে থাকা কোকো বাটার এক ধরনের ফ্যাট। তাপমাত্রা বারবার বদলালে এই ফ্যাট গলে গিয়ে ধীরে ধীরে চকলেটের ওপরে উঠে আসে। পরে সেটা জমে গিয়ে সাদা বা ধূসর দাগের মতো দেখা যায়। খাদ্যবিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় দীর্ঘদিন চকলেট রাখলে ফ্যাট ব্লুম হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
সোনা বা রুপোর গহনা সবসময় গোলাপি কাগজেই মুড়ে বিক্রি করা হয় জানেন?
Gold-Silver Jewellery: সোনা বা রুপোর গহনা কিনতে গেলে দেখা যায়, গহনা বিক্রেতারা গোলাপি কাগজে মুড়ে দেওয়া হচ্ছে। গহনা দেখানোর সময়ও গোলাপি কাগজে রেখেই দেখানো হয়। কেন এই গোলাপি কাগজই দেওয়া হয় জানেন? অন্য কোনও কাগজ কেন ব্যবহার করা হয় না?
Murshidabad News: ফরাক্কা ব্রিজে বাইক রেখে ফিডার ক্যানেলে ঝাঁপ ব্যক্তির, চরম চাঞ্চল্যে হুলস্থূল
মঙ্গলবার গভীর রাতে ফরাক্কা বাঁধ প্রকল্পের ব্রিজের ওপর থেকে ফিডার ক্যানেলে ঝাঁপ দিয়ে নিখোঁজ হলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার অন্তর্গত বাঁধ সংলগ্ন এলাকায়। নিখোঁজ ব্যক্তির নাম গৌতম লালা (৪২)। তাঁর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে ফরাক্কা ব্রিজের ওপর বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন ডিউটিরত সিআইএসএফ (CISF) জওয়ানরা। কিছু বুঝে ওঠার আগেই হঠাতই ওই ব্যক্তি বাইকটি ব্রিজের ওপর রেখে নিচে ফিডার ক্যানেলের উত্তাল স্রোতে ঝাঁপ দেন। জওয়ানরা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন জড়ো হয় এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ফরাক্কা থানায়। আরও পড়ুন- Nitin Nabin : এবার ভোটের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতির গলায় 'জয় বাংলা' স্লোগান, তুমুল কটাক্ষ শাসক শিবিরের খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ও সিআইএসএফ জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ব্রিজের ওপর থেকে পরিত্যক্ত মোটরসাইকেলটি উদ্ধার করে। বাইকের নম্বর পরীক্ষা করে মালিকের নাম ও ঠিকানা উদ্ধার করে পুলিশ জানতে পারে, ব্যক্তিটি মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। আরও পড়ুন- Mamata Banerjee: 'আমাকে রোখার সাধ্য কারো নেই, দিল্লি যাবই, আদালতে লড়ব', সিঙ্গুর থেকে SIR ইস্যুতে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার খবর দেওয়া হয় নিখোঁজ গৌতম লালার পরিবারকে। রাতেই পরিবারের সদস্যরা ফরাক্কায় পৌঁছে মোটরসাইকেলটি শনাক্ত করেন। প্রিয়জনের এমন মর্মান্তিক পরিণতির কথা শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। গৌতম বাবু কেন মালদা থেকে এত রাতে ফরাক্কায় এলেন এবং কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন, তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে।মঙ্গলবার রাত থেকেই সিআইএসএফ ও পুলিশের উদ্ধারকারী দল ফিডার ক্যানেলে তল্লাশি চালাচ্ছে।এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। আরও পড়ুন- 'বড়সড় নাশকতার গন্ধ'...? অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় বিস্ফোরক মন্তব্য মমতার, সুপ্রিম হস্তক্ষেপে তদন্তের দাবি প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে করা হলেও, এর পিছনে কোনো মানসিক অবসাদ নাকি পারিবারিক বিবাদ রয়েছে, তা খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ।
Gobordanga: বাপ-দাদার কবরের মাটি তুলে ব্যক্তি চলে এলেন শুনানি কেন্দ্রে
SIR: নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নান ছয়ঘড়ি গ্রামের ১৯৩ নম্বর বুথের বাসিন্দা শেখ শাহিদ নামের এক ব্যক্তিকে ট্রাঙ্ক মাথায় করে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের SIR ক্যাম্পে ঢোকেন।
Coffee-Nervous System of Banita Sandhu: বনিতা সান্ধু এখন যেন এক অন্যরকম মানসিক পর্যায়ে। মুম্বইয়ে ফিরে তিনি যেমন স্থির, তেমনই উজ্জ্বল। কেরিয়ারের ব্যস্ততা, আন্তর্জাতিক কাজ, নতুন ছবি—সবকিছুর মধ্যেই নিজের শরীর আর মনের মধ্যে সংযোগটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সাম্প্রতিক এক কথোপকথনে বনিতা স্পষ্ট জানিয়েছেন, কীভাবে ছোট অভ্যাস তাঁর জীবনে বিরাট পরিবর্তন এনেছে। প্রতিদিন সকাল থেকেই শুরু হচ্ছে বনিতার নতুন রুটিন। দিনের শুরুতেই বনিতার রুটিন এখন আলাদা। ঘুম থেকে উঠেই ফোন স্ক্রল নয়, বরং জার্নালিং। 'দ্য আর্টিস্ট ওয়ে' (The Artist’s Way) কোর্সের অংশ হিসেবে তিনি প্রতিদিন সকালে নিজের ভাবনা লিখে ফেলেন। এতে মাথার ভেতরের অস্থিরতা অনেকটাই কমে যায় বলে তাঁর মনে হয়। দিনের শুরুতেই মানসিক ভার হালকা হয়ে যায়, যা তাঁর সৃজনশীলতার জন্যও ভীষণ কাজে আসে। সকালের পানীয় হিসেবে বনিতা বেছে নিয়েছেন একেবারে ঘরোয়া দেশি মিশ্রণ—হলুদ, আদা, এলাচ, দারুচিনি আর মধু মেশানো গরম জল। তাঁর মতে, এটি ত্বক ও রোগপ্রতিরোধ ক্ষমতার জন্য দারুণ কাজ করে। পরবর্তী এক ঘণ্টায় তিনি খান প্রোটিন-সমৃদ্ধ ব্রেকফাস্ট। তাতে সাধারণত ডিম থাকে। আগে ফল ও পোরিজ খেলেও তাতে তাঁর শরীর ক্লান্ত হয়ে পড়ত, তাই এখন তিনি দীর্ঘস্থায়ী এনার্জির দিকে বেশি নজর দিচ্ছেন। আরও পড়ুন- প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই তেল লাগান, বগলের কালো দাগ ও দুর্গন্ধ ধীরে কমতে পারে ফিটনেসের ক্ষেত্রে বনিতার চিন্তাভাবনাও বদলেছে। আগে যেখানে দৌড়, কার্ডিও আর অতিরিক্ত এক্সারসাইজে বিশ্বাস ছিল, এখন সেখানে স্ট্রেংথ ট্রেনিং এবং যোগ। সপ্তাহে চার দিন ওয়েট ট্রেনিং, দু’দিন যোগ—এই ছন্দেই তিনি স্বচ্ছন্দ। হাঁটাও তাঁর পছন্দের ব্যায়াম, বিশেষ করে ইউরোপ বা আমেরিকায় থাকলে। প্রকৃতির সঙ্গে সংযোগ রেখে হাঁটার মধ্যে এক ধরনের মানসিক প্রশান্তি পান বনিতা। বনিতার দৃষ্টিভঙ্গি বেশ বাস্তববাদী নারী শরীর সম্পর্কে বনিতার দৃষ্টিভঙ্গি বেশ বাস্তববাদী। তিনি মনে করেন, নারীদের ফিটনেস বা কাজের রুটিন মাসিক হরমোন সাইকেলের সঙ্গে জড়িত। কোন সপ্তাহে কতটা এনার্জি থাকবে, কী খাওয়া দরকার—সবটাই সেই অনুযায়ী বদলানো উচিত। নিজের অতীত সম্পর্কে বলতে গিয়ে বনি জানিয়েছেন, কৈশোরে এই জ্ঞান থাকলে তিনি যতটা সমস্যায় পড়েছেন, ততটা সমস্যায় পড়তেন না। আরও পড়ুন- মস্তিষ্ক সুস্থ থাকবে, স্মৃতিশক্তি বাড়াতে ৬টি সহজ অভ্যাসের ওপর জোর দিচ্ছেন স্নায়ু বিশেষজ্ঞরা অভিনেত্রী জানিয়েছেন, তাঁর জীবনের সবচেয়ে আলোচিত বিষয় হল কফি ছেড়ে দেওয়া। ছোটবেলা থেকেই সকালে কফি ছাড়া দিন শুরু করতে পারতেন না বনিতা। কিন্তু মেডিটেশন কোর্সে যোগ দেওয়ার সময় ক্যাফেইন পুরোপুরি বন্ধ করতে হয়। শুরুতে কঠিন লাগলেও, তিনি ক্রমশ বুঝতে পারেন, কফি ছাড়ার ফলে তাঁর নার্ভাস সিস্টেম অনেক শান্ত হয়েছে। আগের মতো অস্থিরতা বা উদ্বেগও নেই। এখন ভোর ৪টায় শুটিং থাকলেও কফি ছাড়াই তিনি সতেজতা অনুভব করেন। মাঝে মধ্যে ম্যাচা খেলেও কফিতে আর ফিরতে চান না। আরও পড়ুন- কিডনির স্বার্থে কোন ৬ খাবার এবং পানীয় ভুলেও খাবেন না, জেনে নিন বিশেষজ্ঞ কী বলছেন খাবারের ব্যাপারে বনিতা জানিয়েছেন, তিনি কোনও কঠোর ডায়েটে বিশ্বাসী নন। তিনি নিজেকে বঞ্চিত করেন না, ক্যালোরি গোনেন না। মিষ্টির প্রতি তাঁর দুর্বলতা আজও রয়েছে। স্ট্রবেরি আর গলানো চকোলেট তাঁর প্রিয় কম্বিনেশন। তবে চিনির ব্যাপারে তিনি সচেতন। খান না, বদলে গুড়, স্টেভিয়া বা প্রাকৃতিক সুইটনার খান। আরও পড়ুন- দই দিয়ে বানান ৬টি অজানা রেসিপি, যা স্বাদে ও পুষ্টিতে চমকে দেবে! বনিতা জানিয়েছেন, ত্বকের যত্নই তাঁর মূল লক্ষ্য। বাইরের প্রোডাক্টের চেয়ে শরীরের ভেতর থেকে যত্ন নেওয়াকে তিনি বেশি গুরুত্ব দেন। নিয়মিত ইলেক্ট্রোলাইট খাওয়ার ফলে তাঁর ত্বক, এনার্জি আর মনোযোগ—সবই উন্নত হয়েছে বলেই তিনি মনে করেন। কাজ না থাকলে মেকআপ এড়িয়ে চলেন এবং রাতে মেকআপ না তুলে কখনও ঘুমোন না। View this post on Instagram কাজের দিক থেকে বনিতার সামনে এখন নতুন অধ্যায়। ওটিটি (OTT)-তে আসতে চলেছে তাঁর ছবি 'মাদার টেরেজা' (Mother Teresa), যা তাঁর কাছে ভীষণ স্পেশাল। এই ছবির আয় দান করা হবে নারী ও শিশুদের জন্য। ছবিতে বনিতা এক আধুনিক নারীর চরিত্রে অভিনয় করেছেন, এমন নারী যিনি বিশ্বাস হারিয়ে আবার তা ফিরে পাওয়ার পথে হাঁটেন। তাঁর মতে, ছবিটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মত।
রানি মুখোপাধ্যায়কে অ্যাওয়ার্ড দিচ্ছেন বাংলার রাজ্যপাল
কাজের সূত্রে দীর্ঘকাল মুম্বইয়ের বাসিন্দা হলেও রানি আজও মনেপ্রাণে কলকাতার মেয়ে। পশ্চিমবঙ্গের রাজ্যপালের হাত থেকে এই বিরল সম্মান গ্রহণ করার সময় স্মৃতিকাতর হয়ে পড়েন অভিনেত্রী। পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “এটা যেন নিজের দেশে প্রত্যাবর্তনের মতো অনুভূতি। পশ্চিমবঙ্গ থেকে পাওয়া এই স্বীকৃতি আসলে আমার শিকড়ের এক উষ্ণ আলিঙ্গন।
Indian Railways: ভুল ট্রেনে উঠে গেলে TTE যদি নামিয়ে দেন, তাহলে কী করবেন?
Indian Railways Update: যদি আপনার কাছে টিকিট না থাকে, তাহলে টিটিই আপনার সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করতে পারে না। রেলওয়ের নিয়ম অনুযায়ী, টিটিই আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারে না। ওই ট্রেনে যাত্রার জন্য ভাড়া এবং জরিমানা নেবেন ও বৈধ টিকিট ইস্যু করে দেবেন।
থানার লকআপে ‘আত্মহত্যার চেষ্টা’, নিজের গলায় ধারালো অস্ত্রের কোপ যুবকের!
চলতি মাসের ২২ তারিখ গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়ার রামনগর কলোনি ২৮ নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে প্রেম কুমার সাউকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করেছিল পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি সেভেন এমএম বন্দুক।
থানার লকআপে ‘আত্মহত্যার চেষ্টা’নিজের গলায় ধারালো অস্ত্রের কোপ যুবকের!
চলতি মাসের ২২ তারিখ গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়ার রামনগর কলোনি ২৮ নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে প্রেম কুমার সাউকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করেছিল পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি সেভেন এমএম বন্দুক।
Supreme Court: SIR শুনানিতে সময় বৃদ্ধি নয়: সুপ্রিম কোর্ট
তামিলনাড়ুর SIR সংক্রান্ত শুনানির সময় কপিল সিবল বলেন, “সুনির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি শেষ করতে হলে প্রত্যেক দিন নয় লক্ষ মানুষের শুনানি করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত মাত্র এক লক্ষ মানুষের শুনানি হয়েছে। শুনানির সর্বশেষ তারিখ সাত ফেব্রুয়ারি। এই বিষয়ের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তারা নির্ধারিত সময়ের মধ্যে এই শুনানি প্রক্রিয়া শেষ করতে পারবে না।”
বিশ্বকাপ জিততে না পারলেই চাকরি যাবে কোচ গম্ভীরের? ৩ সদস্যের কমিটির উপর সিদ্ধান্ত ছাড়ল বোর্ড
গম্ভীর জমানায় একের পর এক লজ্জার নজির গড়েছে টিম ইন্ডিয়া। তবে বোর্ড সচিব জানিয়ে দিয়েছেন, যা সিদ্ধান্ত হবে বোর্ডের অন্দরে আলোচনা করেই।
Dilip Ghosh: মেদিনীপুর থেকে আচমকা প্রার্থী হয়েছিলেন দুর্গাপুরে, অবশেষে হারের কারণ জানালেন দিলীপ
Dilip Ghosh in Durgapur: ছাব্বিশের নির্বাচনে তিনি কোথায় প্রার্থী হতে চান, জানতে চাওয়া হলে দিলীপ বলেন, দল যেখানে বলবে, সেখানেই প্রার্থী হব। আবার না বললে প্রার্থী হব না। জানিয়ে দিলেন, দলের নির্দেশ অনুযায়ী তিনি কাজ করবেন। দল তাঁকে যে দায়িত্ব দেবে, তিনি তা পালনে প্রস্তুত।
Arijit Singh: ৪১৪ কোটির মালিক হয়েও মাটিতে পা: অরিজিৎ সিংয়ের জীবনের এই আদর্শ চমকে দেবে...
প্রতি বছর ডজনের পর ডজন গান গেয়ে বলিউডের সঙ্গীত জগতে রাজত্ব করার বদলে এবার এক নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ সিং। মঙ্গলবার হঠাৎই তিনি ঘোষণা করেন, আর কোনও নতুন প্লেব্যাক গানের দায়িত্ব নেবেন না। এই খবরে হতবাক হয়ে যান ভক্তরা। তবে অরিজিতের স্পষ্ট বার্তা, “তোমরা আমার ভক্ত নও, তোমরা আমার শ্রোতা- আমার বড় পরিবারের অংশ।” এই দর্শনই তাঁর জীবন ও সঙ্গীতচর্চার মূল চালিকাশক্তি। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়কদের অন্যতম হয়েও, অরিজিৎ বরাবরই বিনয়ী জীবনযাপনে বিশ্বাসী। লাইভমিন্টের তথ্য অনুযায়ী, তাঁর আনুমানিক মোট সম্পদ প্রায় ৪১৪ কোটি টাকা, এবং বার্ষিক আয় ৭০ কোটি টাকা পর্যন্ত পৌঁছায়। নবি মুম্বাইতে ৮ কোটি টাকার বাড়ি এবং রেঞ্জ রোভার ও মার্সিডিজসহ প্রায় ৩.৪ কোটি টাকার গাড়ির সংগ্রহ থাকলেও, তাঁর জীবনযাত্রা অত্যন্ত সাধারণ। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের গ্রামের বাড়িতেই থাকেন। এ আর রহমান এক সাক্ষাৎকারে বলেন, “তিনি একজন নির্জনবাসী, নিজের গ্রাম থেকেই কাজ করেন- এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।” Ajith Pawar Death: অজিত পাওয়ারের অকাল প্রয়াণে রাজনীতি ও বিনোদন জগতে শোকের ছায়া প্লেব্যাক গান থেকে তাঁর আয়ের পরিমাণ বিপুল। প্রতি গানের জন্য তিনি নেন ৮ থেকে ১০ লক্ষ টাকা। গত ১৫ বছরে তিনি ৩০০-র বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাছাড়া লাইভ কনসার্ট তাঁর আয়ের বড় উৎস। জানা যায়, দুই ঘণ্টার কনসার্টের জন্য তিনি ১৪ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। পাশাপাশি কোকা-কোলা, স্যামসাংয়ের মতো ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেও আসে বড় অঙ্কের অর্থ। এই বিপুল সাফল্যের মাঝেও অরিজিৎ সমাজের জন্য কাজ করতে ভোলেননি। তাঁর ‘তত্ত্বমাসি ফাউন্ডেশন’ শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নে কাজ করে। তিনি বলেন, “আমি চাই অন্যদের জন্য অর্থ উপার্জন করতে, সেই অর্থ স্পর্শ না করেই। ছোট ছোট হাসপাতাল তৈরি করে জরুরি পরিষেবা দিতে চাই।” Hiraan Chatterjee: 'না খেলাম, না আঁচালাম..', হিরণের দ্বিতীয় বিয়েকে ডোন্ট কেয়ার চিরঞ্জিতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অরিজিত জানান, তিনি তাঁর মিউজিক লেবেল ‘ওরিয়ন মিউজিক’-এ মনোযোগ দেবেন, যেখানে সুর, প্রযোজনা ও নতুন শিল্পীদের সুযোগ করে দেবেন। তাঁর কথায়, “আমি একজন প্রকাশক হতে চেয়েছিলাম। ভালো সঙ্গীত খুঁজে এনে একটি সংস্কৃতি তৈরি করাই আমার লক্ষ্য।” পাশাপাশি তিনি একটি সঙ্গীত স্কুল খোলার স্বপ্নও দেখছেন, যেখানে সঙ্গীতের সঙ্গে খেলাধুলার সমন্বয় থাকবে। প্লেব্যাক গান থেকে অবসর নিলেও, অরিজিৎ সিং যে সঙ্গীতের পথ ছাড়ছেন না, তা স্পষ্ট- বরং এক নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি।
মিয়াঁদের ভোটদান আটকেছেন, অসমে SIR হলে ৪ লক্ষ মিয়াঁ বাদ যাবে, হিমন্তের মন্তব্যে বিতর্ক
অসমে এসআর-এ ইতিমধ্যে বাদ পড়েছে ১০ লক্ষের বেশি মানুষ। এর পরেও মিয়াঁদের নিয়ে হিমন্তের বক্তব্য তাৎপর্যপূর্ণ।
আপনার বিছানার নিচে ওঁত পেতে বিপদ! এই জিনিসগুলি ভুলেও রাখবেন না
এই জিনিসগুলি ভুলেও রাখবেন না।
আগুনের ঘটনায় কর্মীদের পরিবারের পাশে সংস্থা, ঘোষণা করা হল ১০ লক্ষ টাকা ও আনুসঙ্গিক ক্ষতিপূরণ!
Kolkata Anandapur Fire: ফুড ও হসপিটালিটি সংস্থাটি বলছে, এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারান মোমো সংস্থার দুই কর্মী ও একজন চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে, নিহতদের পরিবারের পাশে রয়েছে তারা। তাদের জন্যও প্রার্থনাও করছে তারা।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দোকানে গিয়ে ৫০০ টাকার নোট দিয়ে খুচরোর জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার দিন বোধহয় এবার শেষ হতে চলেছে। এটিএম থেকে শুধু ৫০০ টাকার নোট বেরোনোর চিরাচরিত ছবিতে বড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক। সাধারণ মানুষের ছোট অর্থমূল্যের নোটের চাহিদা (Small Bank notes) মেটাতে দেশজুড়ে চালু হতে চলেছে […] The post Hybrid ATM | বড় নোট দিলেই মিলবে ১০-২০ টাকার ছোট নোট! খুচরো সমস্যা মেটাতে দেশে আরবিআই আনছে ‘হাইব্রিড এটিএম’ appeared first on Uttarbanga Sambad .
রাতের অন্ধকারে জঙ্গল সাফারি! রোমাঞ্চকর অভিজ্ঞতার নেশায় এই ভুলগুলি কখনওই করবেন না
মনে রাখবেন, রাতের সাফারি মানেই চিতাবাঘ দেখার রোমাঞ্চ মাত্র নয়। জোনাকির ঝিকমিক উপস্থিতি, ঝিঁঝির ডাক আপনাকে নিয়ে যাবে অন্য জগতে।
Ajit Pawar Death |আকাশপথেই শেষ সফর অজিত পাওয়ারের, শোকাতুর বিনোদন জগত
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা। বুধবার সকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar Death)। বুধবার বারামতীতে (Plane Crash Baramati) অবতরণের সময় তাঁর চার্টার্ড বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, ভেঙে পড়ার মুহূর্তেই বিমানটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। উদ্ধারকাজের সামান্য সুযোগটুকুও মেলেনি। তাঁর এই […] The post Ajit Pawar Death | আকাশপথেই শেষ সফর অজিত পাওয়ারের, শোকাতুর বিনোদন জগত appeared first on Uttarbanga Sambad .
নিলামে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন, উঠল রেকর্ড দামও, সংখ্যা জানলে চমকে যাবেন
এটা কোনও সাধারণ টুপি নয়। স্যর ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক ‘ব্যাগি গ্রিন ক্যাপ’। নিলামে সেই টুপিটিই বিক্রি হল কোটি টাকা দামে। যা কিনেছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি।
দ্বিতীয় বিয়ের গুঞ্জনের মাঝে ছেলেদের নিয়ে মন্দিরে পা রাখতেই বিপাকে ধনুষ! কী কাণ্ড ঘটল?
ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। দুই ছেলেকে নিয়ে ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনওমতেই পেরে ওঠেননি ধনুষ।
নগ্ন করে গাছে উলটো বেঁধে মুখে ঠুসে দেওয়া হচ্ছে বরফ! দুই রুশ সৈন্যের ‘সাজা’র ভিডিওয় শোরগোল
প্রকাশ্যে আসা ২৮ সেকেন্ডের ভিডিওয় যাঁর কণ্ঠস্বর শোনা গিয়েছে, তিনিই সেই কমান্ডার বলে দাবি। গাছে বাঁধা দুই সেনার বিরুদ্ধে তাঁর অভিযোগ, তাঁরা অনুমতি না নিয়েই সেনা পোস্ট ছেড়ে চলে গিয়েছিলেন।
Kolkata medical college: নির্মল মাজি পা রাখতেই উঠল ‘গো ব্যাক’ স্লোগান
শেষে নিজের বক্তব্য শেষ না করেই বেরিয়ে গেলেন সেখান থেকে। এক সময় এই কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন নির্মল মাজি। সেই সময়ও তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। ছাত্রদের একটা বড় অংশের অভিযোগ, তিনি বাকিদের নম্বর কেটে দেওয়ার জন্য নির্দেশ দিতেন।
ম্য়াচ ফিক্সিং কাণ্ডে দোষী, বাংলাদেশের তামিম রহমানের কারাদণ্ড ও বিরাট জরিমানা
তামিম রহমান একদিকে বাংলাদেশি বংশোদ্ভূত, অন্যদিকে ব্রিটিশ নাগরিক। তিনি শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ডাম্বুলা থান্ডার্সের মালিক। আদালতে তিনি নিজেই স্বীকার করেন যে, টুর্নামেন্ট চলাকালীন এক ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য প্রভাবিত করেন। তাঁর এই স্বীকারোক্তির ভিত্তিতেই আদালত রায়দান করেছে।
মুম্বইয়ে কোটি টাকার গাড়ি-বাড়ি, দেশে-বিদেশে কনসার্ট, সম্পত্তিতে অরিজিৎ টেক্কা দেন বলিউড তারকাদেরও!
জানেন কি, এহেন সাদামাটা, অনাড়ম্বর জীবনযাপন করা অরিজিতের বাংলার বাইরে কত কোটির সম্পত্তি রয়েছে?
মাঝির ছদ্মবেশে অপারেশন! আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক
ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র পাচারের খবর ছিল। পাচার রুখতে জাল পাতে মালদা জেলা পুলিশ। অবশেষে মাঝির ছদ্মবেশে একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ভিন রাজ্যের এক কারবারীকে গ্রেপ্তার করে মালদা জেলা পুলিশ। ধৃতকে আগামীকাল পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে।
উত্তরপাড়ায় সোনার দোকানকর্মীর রহস্যমৃত্যু! ঝুলছে দেহ, অথচ পা মাটিতে, খুনের অভিযোগ পরিবারের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম শুভঙ্কর পাত্র। বয়স ২২ বছর। তিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।
বিশ্বকাপের আগেই বিরাট সুখবর পেলেন ভারত অধিনায়ক সূর্য, স্বস্তিতে টিম ইন্ডিয়ার ‘ফার্স্ট বয়’রাও
হাতে আর মাত্র দুটি ম্যাচ। তারপরই টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেবে ভারতীয় ক্রিকেট দল।
বিয়ের পর Aadhaar Card-এ স্বামীর নাম জুড়তে চান? কীভাবে করবেন, দেখে নিন
Aadhaar Card Update: আধার কার্ডে যদি আপনার স্বামীর নাম যোগ করতে চান, তাহলে ম্য়ারেজ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। পাশাপাশি নিজের ও স্বামীর আধার কার্ডও লাগবে। ভেরিফিকেশনের জন্য অন্য ডকুমেন্ট বা নথিও দরকার হতে পারে।
Hili: মেয়ের বাড়িতে সন্ধ্যাবাতি দিতে গিয়েছিলেন শ্বশুর, তখনই ওই কাজটা করলেন জামাই
South Dinajpur: এই ঘটনায় গতকাল রাতেই হিলি থানায় অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ওই ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই পলাতক। অভিযুক্ত জামাইয়ের নাম নেপাল মহন্ত (৩২)।
দীর্ঘদিন ধরে বিবাদ, প্রতিবেশীদের আগুনে পুড়িয়ে মারার চেষ্টা! হলদিয়ায় আটক যুবক
প্রতিবেশীদের মধ্যে বিবাদ। তার জেরে এক প্রতিবেশী পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা হল! আগুনে গুরুতর জখম ২ জন। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে হলদিয়ায়। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Balurghat |বালুরঘাটে অর্পিতা ঘোষের ক্যাম্প পরিদর্শন! গুরুত্ব দিতে নারাজ বিজেপি
বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) তপন ও বালুরঘাট বিধানসভা কেন্দ্রের ‘এসআইআর’ (SIR) শুনানি কেন্দ্রগুলি পরিদর্শন করলেন তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ (TMC Leader Arpita Ghosh)। বুধবার সকালে তিনি প্রথমে তপন এবং পরে বালুরঘাটের ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর জেলায় এডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। শুনানি […] The post Balurghat | বালুরঘাটে অর্পিতা ঘোষের ক্যাম্প পরিদর্শন! গুরুত্ব দিতে নারাজ বিজেপি appeared first on Uttarbanga Sambad .
ভারতীয়দের চাকরিতে ‘না’ আমেরিকার এই শহরে! ‘সংঘাত’ বাড়ল এইচ-১বি ভিসা নিয়ে
টেক্সাস আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একটি শহর। ভারতীয়-সহ বিদেশিরা কর্মসূত্রে এখানে আসেন। কিন্তু নয়া এই পদক্ষেপের ফলে তাঁরা জোর ধাক্কা খাবেন বলেই বিশ্বাস ওয়াকিবহল মহলের।
Hooghly: ‘মেয়েকে হারাতে হত না, যদি…’, চোখে জল তাপসী মালিকের বাবার
Tapasi Malik father: ছাব্বিশের নির্বাচন নিয়ে রাজনৈতিক তরজা বাড়ছে। সিঙ্গুরে কি প্রভাব ফেলতে পারবে বিজেপি? তেমনটা মনে করেন না তাপসী মালিকের বাবা। মনোরঞ্জন মালিক বলেন, মুখ্যমন্ত্রী যা কাজ করেছেন, তাঁর ছবি মানুষের মনে গাঁথা রয়েছে। দিদি দিদিই থাকবেন। তাঁকে হারাবার ক্ষমতা বিজেপির নেই। তারা যতই লাফালাফি করুক। সিঙ্গুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন বলে তাঁর দাবি।
দুর্ঘটনায় অজিত পওয়ার, ২ পাইলট-সহ ৫ জনের মৃত্যু: DGCA
বারামতি, সকাল থেকেই মহারাষ্ট্রের এই এলাকায় ঘন কুয়াশা ছিল। যে এলাকায় অজিত পওয়ার যাচ্ছিলেন, সেটি একটি পাহাড়ি এলাকা। স্বাভাবিকভাবেই সেখানে বিমানটি যখন যাচ্ছে, সেখানকার আবহাওয়া সম্পর্কে আগাম খবর কর্তৃপক্ষের কাছে থাকা অত্যাবশ্যক।
নজিরাবাদের গুদামে ঝলসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জন
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে। মোমো কোম্পানি ও ডেকরেটর্স কোম্পানি ৫ লক্ষ টাকা করে দিচ্ছে। পুলিশকে বলেছি, মৃতদের পরিবারের একজনকে সিভিকে চাকরি দেওয়ার জন্য।”
নরেন্দ্রপুর থানায় নিখোঁজ শ্রমিকদের পরিজনদের ভিড়!
গোডাউনেরভিতর থেকে উদ্ধার হয়েছে তিনটে পোড়া কঙ্কাল-সহ ১৬ টা ঝলসে যাওয়া দগ্ধ দেহাংশ! আর কিছু দগ্ধ হাড়! দুটো ব্যাগে ভরে তা পাঠানো হয়েছে কাটাপুকুর মর্গে। যাঁদের দেহ মোটামুটিভাবে উদ্ধার হয়েছে, তা আপাতত শনাক্ত হয়েছে, কিন্তু পোড়া কালো হয়ে যাওয়া শরীরটার ছাই! সেটা কার? সেটা বোঝার আপাতত এখন একটাই উপায়। ডিএনএ পরীক্ষা।
Anandapur Fire: আসলে সেদিন আনন্দপুরে কী হয়েছিল? সবটা বলে দিলেন বীরেন্দ্র
Kolkata: প্রত্যক্ষদর্শী বীরেন্দ্র যাদব। ডেকরেটার্স গুদাম লাগোয়া খাটাল মালিক তিনি। আগুন দেখতে পেয়ে তিনিই প্রথম দমকলে ফোন করেন। কিন্তু ১০১ নম্বরে ফোন করলে তা চলে যায় জেলা কন্ট্রোল রুমে। জেলা কন্ট্রোল রুম তৎক্ষণাৎ ব্যবস্থা না নিয়ে বীরেন্দ্রকে বলে কলকাতার কন্ট্রোল রুমে ফোন করতে। তিনি আবার এক পরিচিতকে দিয়ে দমকলের কলকাতার কন্ট্রোল রুমে ফোন করেন।
মালদা: যেন কোনও থ্রিলার সিনেমার চিত্রনাট্য! মাঝনদীতে নৌকো চালকের ছদ্মবেশ ধারণ করে ঝাড়খণ্ড থেকে আসা বড়সড় এক আগ্নেয়াস্ত্র পাচারের (Arms Smuggling) ছক ভেস্তে দিল মালদা জেলা পুলিশ। বুধবার গঙ্গাবক্ষে চালানো (Operation Ganga) এই বিশেষ অভিযানে পাঁচটি পিস্তল ও কার্তুজসহ গ্রেপ্তার করা হয়েছে এক ভিনরাজ্যের কারবারীকে। ধৃতের নাম সাব্বির আলম (২১)। তার বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার […] The post Arms Smuggling | গঙ্গাবক্ষে পুলিশের রুদ্ধশ্বাস অভিযান! ‘মাঝি’ সেজে অস্ত্র সহ পাচারকারীকে পাকড়াও করল মালদা পুলিশ appeared first on Uttarbanga Sambad .

11 C