Horoscope: আজকের রাশিফল ১৪/১০/২০২৫
কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope)মেষ/ Aries রাশিফল Rashifal : কোনো ভুল চিন্তা করে সময় নষ্ট করবেন ... Read more The post Horoscope: আজকের রাশিফল ১৪/১০/২০২৫ first appeared on GNE Bangla .
Keoratala Kali: ১৫০ বছরের পুজো, মনস্কামনা হয় পূরণ, জাগ্রত কেওড়াতলা শ্মশানকালী
Keoratala Kali Pujo: কথিত আছে, এই দেবী এতটাই জাগ্রত যে যখন তাঁর পুজো শুরু হয়, তখন কোনও না কোনও শব বা কোনও সধবার শব অবশ্যই আসে কাঠে চিতায় পোড়ানোর জন্য। একদিকে শব পোড়ানো শুরু হয়, আর অন্যদিকে শুরু হয় দেবীর পুজো। পুজোর বেশ কিছু রীতি গোপন রাখা হয় দেবী যাঁদের মনস্কামনা পূরণ করেন, তাঁরা এখানে ছাগ বলি দেন। মোট ২২ থেকে ২৫টা ছাগ বলি হয়। যার মধ্যে দুটো ছাগ দেয় মন্দির কমিটি। বাকি ২০টা ছাগই বলি দেন সেই সব ভক্তরা, যাঁদের মনস্কামনা পূরণ হয়েছে। সেই বলির মাংসই রান্না করে দেবীকে নিবেদন করা হয়। সঙ্গে, দেবীর জন্য ৬০০ কিলো চাল-ডালের ভোগ হয়। আরও পড়ুন- দেবীর ভোগ ডিম! জানুন ৪৫০ বছরের প্রাচীন কালীমন্দিরের আশ্চর্য কাহিনি! এই শ্মশান কালীর পুজো হয় সম্পূর্ণ তন্ত্রমতে। এই পুজোতে সুরা এবং মাংসের ব্যবহার করা হয়ে থাকে। দেবীর পূজা হয় বীরাচার তন্ত্রমতে। এই পুজোর আরও বিশেষ কিছু রীতি রয়েছে। যেটা বাইরের লোকেদের কাছে প্রকাশ করা নিষিদ্ধ। আরও পড়ুন- রঘুর নামে দক্ষিণবঙ্গের নানা প্রান্তে কালীমন্দির! কোনটা সত্যি আর গল্প, বোঝা দায় এখানকার দেবী কালীর মূর্তির জিভ অন্যান্য কালী মূর্তির মত বাইরে বেরিয়ে থাকে না। কারণ হল, পুরাণমতে দেবী অসুরকুল নিধন করে, শ্মশানে এসে বিশ্রাম নিয়েছিলেন। সেই সময় তিনি সুরা এবং মাংস খেয়েছিলেন। সেই সময় দেবীর রূপ ছিল শান্ত, স্নিগ্ধ। সেকথা মাথায় রেখেই তৈরি করা হয় এই মন্দিরের কালীমূর্তি। আর কাঠের চুল্লির একেবারে বাঁদিকে রয়েছে কৃষ্ণকালী মন্দির। আরও পড়ুন- কেন দেবীকে দক্ষিণা কালী বলা হয়? জানুন এর আসল রহস্য দেবী শ্মশানকালীর পাশাপাশি এখানে দেবী কৃষ্ণকালীরও পুজো হয়। চতুর্ভুজা দেবীর একহাতে রয়েছে খড়গ অন্য হাতে চাঁদ মালা। দেবীর গায়ের রং নীল অর্থাৎ কৃষ্ণ যেমন শ্যাম বর্ণ তেমনই। দেবীর সামনের দুটি হাতে রয়েছে কৃষ্ণের মতন বাঁশি। কথিত আছে, ভক্ত আনন্দঋষি প্রায় ১৫০ বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। অনাথানন্দ নামে আরেক ভক্তও এখানে দীর্ঘদিন সাধনা করেছিলেন। আরও পড়ুন- দেবী এখানে অমর প্রেমকাহিনির সাক্ষী! প্রেমিক যুগলের নামেই পরিচিত এই শ্মশানে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। সেখানে বসে সাধকরা সাধনা করে সিদ্ধিলাভ করেছেন। এই শ্মশানে রয়েছেন মহাকাল শিবও। এখানে পুজো শেষে ঘট শ্মশানের ঘাটেই বিসর্জন দেওয়া হয়। ভোগ জনগণের মধ্যে বিতরণ করা হয়।
Rashifal Remedies, 14 October 2025: সহজে দূর করুন দুর্ভাগ্য, কাজে লাগান এই সব টিপস
Rashifal Remedies, 14 October 2025: জীবনে ওঠাপড়া লেগেই থাকে। এর পিছনে গ্রহের বিরাট ভূমিকা রয়েছে। যাকে বলে গ্রহের ফের। তা থেকে বাঁচতে আজকের দিনে কাজে লাগান এই টিপস। মেষ/ Aries রাশিফল Rashifal অফিসে কোনও সহকর্মী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। চোখ-কান খোলা রাখুন। গুড়, গম ও জাফরান দিয়ে তৈরি খাবার পিতা বা গুরুজনকে খাওয়ান — আর্থিক স্থিতি বজায় থাকবে। আরও পড়ুন- দেবীর ভোগ ডিম! জানুন ৪৫০ বছরের প্রাচীন কালীমন্দিরের আশ্চর্য কাহিনি! বৃষ/ Taurus রাশিফল Rashifal প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। সকালে ১১ বার সূর্য মন্ত্র জপ করুন, ব্যবসায় সাফল্য পাবেন। আরও পড়ুন- রঘুর নামে দক্ষিণবঙ্গের নানা প্রান্তে কালীমন্দির! কোনটা সত্যি আর গল্প, বোঝা দায় মিথুন/ Gemini রাশিফল Rashifal অফিসের কোনও জটিলতা আজ মিটে যেতে পারে। সূর্য্যস্নান (গম, লাল মুসুর ও সিঁদুর মিশিয়ে) করলে মানসিক শান্তি আসবে। আরও পড়ুন- প্রথাগত তালিম ছাড়াই সংগীতের কিংবদন্তি! জানুন, কিশোর কুমারের অচেনা দিক কর্কট/ Cancer রাশিফল Rashifal সম্পর্কের জটিলতা মিটে যেতে পারে, তবে অহেতুক তর্ক এড়িয়ে চলুন। গরুকে গুড় খাওয়ান — অর্থনৈতিক স্থিতি দৃঢ় হবে। আরও পড়ুন- কেন দেবীকে দক্ষিণা কালী বলা হয়? জানুন এর আসল রহস্য সিংহ/ Leo রাশিফল Rashifal বাণিজ্যিক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। গুরুজনদের সন্মান করুন — এতে স্বাস্থ্য ও ভাগ্যের উন্নতি হবে। কন্যা/ Virgo রাশিফল Rashifal আজ প্রিয়জনের কাছ থেকে অপ্রত্যাশিত চমক পেতে পারেন। জলে ছিদ্রযুক্ত ব্রোঞ্জের মুদ্রা নিক্ষেপ করুন — পারিবারিক সৌভাগ্য বাড়বে। তুলা/ Libra রাশিফল Rashifal সম্পর্ক নতুন মোড় নেবে। বাড়ির উত্তরদিকে তেলের প্রদীপ জ্বালান — ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal অতীত ভুলে নতুন করে শুরু করার সুযোগ আসবে। পিতা বা শিক্ষকসদৃশ ব্যক্তির আশীর্বাদ নিন — ভাগ্য উজ্জ্বল হবে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal পুরোনো সম্পর্কের টান আবার ফিরে আসতে পারে। গরুকে গুড় ও রুটি খাওয়ান — প্রেম ও পারিবারিক শান্তি আসবে। মকর/ Capricorn রাশিফল Rashifal কিছুটা জটিলতা থাকলেও সমাধান হবে। বটগাছের গোড়ায় প্রদীপ দিন — পারিবারিক সম্পর্ক মজবুত হবে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া উন্নত হবে। গোটা হলুদ প্রবাহমান জলে নিক্ষেপ করুন — প্রেম জীবনে বাধা দূর হবে। মীন/ Pisces রাশিফল Rashifal সম্পর্ক আরও দৃঢ় হবে। গায়ত্রী চালিশা পাঠ করুন — আর্থিক ও মানসিক উন্নতি হবে।
Ajker Rashifal Bengali, 14 October 2025: প্রেম, কর্ম, অর্থভাগ্য! কেমন কাটবে এই দিন?
Ajker Rashifal Bengali, 14 October 2025: আজকের দিনটি রাশিচক্রের প্রায় সব জাতকের জন্যই মানসিক ভারসাম্য ও আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, পারিবারিক চাপ এবং ব্যক্তিগত জীবনের ওঠানামা— সব মিলিয়ে নিজের মন শান্ত রাখাই এখন আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজ আপনার রাশি কী বলছে— মেষ/ Aries রাশিফল Rashifal আজ আপনার মন ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। কাজের চাপ কমে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। ভালোবাসার মানুষ বা সঙ্গীর কাছ থেকে পাওয়া একটি বার্তা মনোবল বাড়াবে। আরও পড়ুন- দেবীর ভোগ ডিম! জানুন ৪৫০ বছরের প্রাচীন কালীমন্দিরের আশ্চর্য কাহিনি! বৃষ/ Taurus রাশিফল Rashifal আজ কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ফিরে পাবেন। অর্থনৈতিক দিক মজবুত হতে শুরু করবে। অপ্রত্যাশিত কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন- রঘুর নামে দক্ষিণবঙ্গের নানা প্রান্তে কালীমন্দির! কোনটা সত্যি আর গল্প, বোঝা দায় মিথুন/ Gemini রাশিফল Rashifal দিনের প্রথমার্ধ ব্যস্ততায় কাটলেও সন্ধ্যার পর নিজের জন্য সময় বার করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিখুশি সময় কাটাবেন। আরও পড়ুন- কেন দেবীকে দক্ষিণা কালী বলা হয়? জানুন এর আসল রহস্য কর্কট/ Cancer রাশিফল Rashifal আজ অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ আনতে পারে। পরিবারের কারও স্বাস্থ্যের দিকে নজর দিন। আরও পড়ুন- দেবী এখানে অমর প্রেমকাহিনির সাক্ষী! প্রেমিক যুগলের নামেই পরিচিত সিংহ/ Leo রাশিফল Rashifal আজ নিজের কাজের জায়গায় প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে। তবে কিছু প্রতিদ্বন্দ্বী আপনাকে ঈর্ষা করতে পারে। কন্যা/ Virgo রাশিফল Rashifal শক্তির প্রাচুর্যতা থাকবে, তবে সেই শক্তি ভুল পথে নষ্ট করবেন না। অর্থ সঞ্চয়ে মনোযোগী হোন। তুলা/ Libra রাশিফল Rashifal আজ বিশ্রাম ও বিনোদন জরুরি। মানসিক চাপ থেকে মুক্তির দিন। সন্ধ্যায় প্রিয়জনের সঙ্গে সময় কাটান। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal আজ কর্মক্ষেত্রে পদোন্নতি বা আর্থিক লাভ হতে পারে। নতুন দায়িত্ব পেতে পারেন। ধনু/ Sagitarious রাশিফল Rashifal অর্থনৈতিক দিক থেকে আজ শুভ দিন। পারিবারিক কেনাকাটায় আনন্দ পাবেন। তবে অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকুন। মকর/ Capricorn রাশিফল Rashifal আজ ধ্যান ও আত্ম-উপলব্ধির জন্য অনুকূল দিন। দীর্ঘদিনের বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal আজ স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা উচিত। কাজের জায়গায় অগ্রগতি হবে। মীন/ Pisces রাশিফল Rashifal পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দ পাবেন। বেকারদের জন্য চাকরির সম্ভাবনা জাগবে। আজকের দিনটি ধৈর্য, আত্মসংযম ও ইতিবাচক চিন্তার দিন। প্রতিটি রাশির ক্ষেত্রেই নিজের শক্তি ও সময় সঠিকভাবে ব্যবহার করতে পারলেই সাফল্য নিশ্চিত।
এবার কখন শুরু নৈহাটির বড়মার পুজো? ভোগ-প্রসাদের জন্য থাকবে ক’টি কাউন্টার, জানুন…
সোমবার নৈহাটি রেল স্টেশন-সহ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন বারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা।
কাটল জট, বিহারে চূড়ান্ত ইন্ডিয়া জোটের আসনরফা! কটি আসন লড়বে আরজেডি-কংগ্রেস?
বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩।
Sharjeel Imam Want to Contest in Bihar Polls: ইউএপিএ মামলা রুজু করেছিল দিল্লি পুলিশ। এই একই মামলায় নাম জড়িয়েছিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী উমর খালিদ, আতহার খান, খালিদ সাইফি, মোহাম্মদ সেলিম খান, শিফা উর রহমান, মিরান হায়দারের-সহ মোট ১৮ জনের। শারজিলের বিরুদ্ধে অভিযোগ, এই হিংসাপর্বের সময়কালে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিদ্বেষমূলক ভাষণ দিয়েছিলেন তিনি। যদিও সেই ভাষণ নিয়েও বেশ তর্ক-বিতর্ক রয়েছে। একাংশের অভিযোগ, শারজিলের ভাষণকে বিকৃত করে মানুষের সামনে তুলে ধরা হয়েছে।
১৪ অক্টোবর রাশিফল: শত্রু গোপনে ক্ষতি করবে! স্ত্রীর সঙ্গে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে
জেনে নিন আজকের রাশিফল।
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
Bardhaman station: ‘সিঁড়ি চওড়া করার উপায় নেই’, মেনে নিয়ে দুঃখপ্রকাশ রেলের
Bardhaman Railway station: পূর্বরেলের জেনারেল ম্যানেজার জানান, ৮ জন আহত হয়েছেন। তার মধ্যে তিনজন বেশি আহত। তাঁদের হাওড়া অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের রেলের নিয়ম মেনে প্রাপ্য অনুদান গতকাল দেওয়া হয়েছে। তিনি জানান, ডিআরএম গতকাল রাতভর বর্ধমানেই ছিলেন।
Mount Everest: গণিতে দক্ষতা প্রশ্নাতীত, বাঙালি ‘কম্পিউটর’ রাধানাথের বদলে নাম হল এভারেস্টের!
Mount Everest: Bengali 'computer' Radhanath's name is replaced by Everest, whose mathematical skills are beyond question! “বাঙালী আপন দেশে ব'সে, এভারেস্টের গায়ে ফিতে না লাগিয়ে, চূড়োয় চড়তে গিয়ে খামখা জান না দিয়ে ইংরেজকে বাৎলে দেয়নি, ঐ দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়?”
Rhino rescued: বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গে উদ্ধার আরও ২ গন্ডার, ফিরল ‘আপন আস্তানা’-য়
Rhino rescued in Cooch Behar: এখনও অবধি ৮টি গন্ডার বন্যার পরে আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই গন্ডারগুলি বন্যার জলে ভেসে গিয়েছিল। আরও গন্ডার কোথাও রয়েছে কি না, তার খোঁজও চালাচ্ছে বন দফতর।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময়ের কয়েক ঘণ্টা পরেই গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি পাকাপোক্ত করার লক্ষ্যে একটি ঘোষণাপত্রে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশর, কাতার ও তুরস্কের শীর্ষ নেতারা। সোমবার মিশরের অবকাশ যাপন কেন্দ্র শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত এক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে চার নেতা এই ঐতিহাসিক চুক্তিতে ‘গাজা চুক্তি’র ‘গ্যারেন্টার’ (guarantors […] The post Gaza Ceasefire | গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ঘোষণা, ট্রাম্পের মধ্যস্থতায় ঐতিহাসিক চুক্তিতে সই চার আঞ্চলিক নেতার! appeared first on Uttarbanga Sambad .
Samik Bhattacharya: জ্বর কমেছে, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন শমীক?
Samik Bhattacharya admitted in hospital: বিজেপি সূত্রে খবর, জ্বর নিয়ে দলীয় কর্মসূচিতে গত কয়েকদিন যোগ দিচ্ছিলেন রাজ্য বিজেপির সভাপতি। ওষুধ খাচ্ছিলেন। তাতে জ্বর কমেনি। সূত্রের খবর, সোমবার সকালে দুর্বলতা অনুভব করেন শমীক। সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
এবার পাকিস্তানকে ‘কূটনৈতিক চাপ’ কাবুলের! মুনির-খাজার ভিসা আবেদন খারিজ করল তালিবান সরকার
পাক সরকারের আরও দুই উচ্চপদস্থ আধিকারিকেরও ভিসা আবেদন খারিজ করা হয়েছে বলে খবর।
Bipin Joshi |মৃত্যু হয়েছে হামাসের হাতে বন্দি ছাত্র বিপিন জোশীর! কী বলছে ইজরায়েল?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হামাসের হাতে অপহৃত নেপালি ছাত্র বিপিন জোশীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইজরায়েলি কর্তৃপক্ষ। সোমবার সকালে হামাসের তরফে ২০ জন পণবন্দিদের নামের একটি নতুন তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় বিপিনের নাম ছিল না। সেই আবহেই এবার প্রকাশ্যে এল তাঁর মৃত্যু সংবাদ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের নজিরবিহীন হামলার সময় বিপিন […] The post Bipin Joshi | মৃত্যু হয়েছে হামাসের হাতে বন্দি ছাত্র বিপিন জোশীর! কী বলছে ইজরায়েল? appeared first on Uttarbanga Sambad .
Bipin Joshi |মৃত্যু হয়েছে হামাসের হাতে বন্দি হিন্দু ছাত্র বিপিন জোশীর! কী বলছে ইজরায়েল?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হামাসের হাতে অপহৃত নেপালি ছাত্র বিপিন জোশীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইজরায়েলি কর্তৃপক্ষ। সোমবার সকালে হামাসের তরফে ২০ জন পণবন্দিদের নামের একটি নতুন তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় বিপিনের নাম ছিল না। সেই আবহেই এবার প্রকাশ্যে এল তাঁর মৃত্যু সংবাদ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের নজিরবিহীন হামলার সময় বিপিন […] The post Bipin Joshi | মৃত্যু হয়েছে হামাসের হাতে বন্দি হিন্দু ছাত্র বিপিন জোশীর! কী বলছে ইজরায়েল? appeared first on Uttarbanga Sambad .
Rail Station: ‘নামহীন স্টেশন’, বর্ধমানের এই স্টেশন সম্বর্কে জানলে অবাক হবেন
Rail Station: বর্ধমানের রায়না এলাকার কাছেই রয়েছে এই স্টেশন। স্টেশনে গেলেই দেখতে পাওয়া যেত ফাঁকা একটি হলুদ রঙের বোর্ড। আসলে নাম নিয়ে একটা বিতর্ক ছিল। রায়নগর নাম ব্যবহার করায় আপত্তি রয়েছে স্থানীয় বাসিন্দাদের। অনেকেই চান, স্টেশনে নাম হোক রায়না।
তোর্সা-রায়ডাক ভাসিয়েছে বিস্তীর্ণ এলাকা! প্রাকৃতিক বিপর্যয়ে আলিপুরদুয়ারে ভেঙেছে ৩০০ বাড়ি
মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্টও জমা পড়েছে বলে খবর।
Durgapur Physical Assault: ‘নির্যাতিতার পরিবারকে সবরকম সাহায্য করা হচ্ছে’, বললেন পুলিশ কমিশনার
Durgapur Physical Assault: পুলিশ কমিশনার জানান, নির্যাতিতার পরিবারকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সমস্ত আধিকারিকদের ফোন নম্বর দেওয়া হয়েছে। যেকোনও প্রয়োজনে যাতে তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারে। নির্যাতিতা নিরাপত্তার জন্য হাসপাতালেই পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
Pakistani Cricketer Passed Away: মারা গেলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার, শোকের ছায়া বিশ্বজুড়ে
Wazir Mohammad: পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ২ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। ইতিমধ্যে পাকিস্তানের (Pakistan Cricket Team) প্রাক্তন ক্রিকেটার ওয়াজ়ির মহম্মদ শেষ নিঃশ্বাস (Cricketer Death) ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৯৫ বছর। সোমবার অর্থাৎ ১৩ অক্টোবর পার্থিব জগৎকে বিদায় জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, জীবনের শেষবেলায় তিনি ব্রিটেনের বার্মিংহাম শহরে থাকতেন। সেখানেই মারা যান ওয়াজ়ির মহম্মদ। এই মৃত্যু সংবাদে গোটা ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান মহসিন নকভি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। Indian Cricketer Death: শেষ বল করতেই হার্ট অ্যাটাক! মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের ভারতের বিরুদ্ধে করেছিলেন ডেবিউ ১৯৫২ সালে ওয়াজ়ির মহম্মদ ভারতের বিরুদ্ধে ডেবিউ করেছিলেন। ১৯৫৯ সালে তিনি কেরিয়ারের শেষ ম্য়াচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন। এই ম্য়াচটি বাংলাদেশের ঢাকায় আয়োজন করা হয়েছিল। পাকিস্তান ক্রিকেট দলের হয়ে তিনি মাত্র ৭ বছরই প্রতিনিধিত্ব করেন। এর পাশাপাশি বেশ কয়েকবছর তিনি কাউন্টি ক্রিকেট খেলেন। Cricketer Death: লক্ষ্মীপুজোয় নামল শোকের ছায়া, চিরনিদ্রার দেশে পাড়ি বিশ্বকাপজয়ী ক্রিকেটারের একনজরে ক্রিকেট কেরিয়ার পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ওয়াজ়ির ২০ টেস্ট ম্য়াচে প্রতিনিধিত্ব করেন। ইতিমধ্যে তিনি ২৭.৬২ ব্যাটিং গড়ে মোট ৮০১ রান করেন। এরমধ্যে তাঁর ব্যাট থেকে ২ শতরান বেরিয়ে এসেছে। এছাড়া রয়েছে ৩ হাফসেঞ্চুরি। পাশাপাশি ১০৫ প্রথম শ্রেণীর ক্রিকেট ম্য়াচে তিনি ৪০.৪০ ব্যাটিং গড়ে মোট ৪,৯৩০ রান করেছিলেন। ইতিমধ্যে তিনি ১১ শতরান এবং ২৬ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। New Rule For Cricketer Death: ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বড় সিদ্ধান্ত, মৃতদের পরিবারকে দেওয়া হবে ১ লাখ টাকা! শোকজ্ঞাপন করলেন মহসিন নকভি একটি শোকবার্তায় মহসিন নকভি জানিয়েছেন, ক্রিকেটের প্রতি ওয়াজ়ির মহম্মদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। Cricketer Death: মর্মান্তিক! ছক্কা হাঁকিয়েই সব শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে পাকিস্তানের প্রাক্তন টেস্ট ব্যাটার ওয়াজ়ির মহম্মদের প্রয়াণে শোকজ্ঞাপন করা হয়েছে। প্রসঙ্গত, ওয়াজির মহম্মদের আরও ৩ ভাই ছিলেন। তাঁরাও সকলে ক্রিকেট খেলতেন। ওয়াজ়ির ১৯৫২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ২০ টেস্ট ম্য়াচ খেলেন। পিসিবি-র পক্ষ থেকে তাঁর পরিবার এবং বন্ধবর্গের প্রতি হার্দিক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
Railway Act: বাবা-দাদা রেলকর্মী হলে কি সত্যিই ফ্রি-তে ট্রেনে ওঠা যায়?
Railway Rules: সাধারণত রেলকর্মীদের পদ ও কাজের সময়ের উপর ভিত্তি করে প্রিভিলেজ টিকিট দেওয়া হয়। সেটা শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মীরাই ব্যবহার করতে পারেন, তাঁদের পরিবারের কোনও সদস্য পান না। কেউ যদি ওই পাস বেআইনিভাবে ব্যবহার করে যাতায়াতের চেষ্টা করে, তাহলে তার শাস্তিও হতে পারে।
কৃষিবন্দনা সভ্যতার প্রাচীন রীতি, বন্যার ধাক্কা সামলে অন্য আলোর উৎসবে মাতবে উত্তরের গ্রাম
ভূত চতুর্দশীর পরদিনেই হয় এই আলোর উৎসব।
Dhupguri: কবে মিলবে ক্ষতিপূরণ? রাতভর হাতির তাণ্ডবের পরেই তুমুল বিক্ষোভ আছড়ে পড়ল রেঞ্জ অফিসে
Elephant Attack: সোমবার সকাল থেকেই ক্ষতিপূরণের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখাতে দেখা যায় এলাকার কৃষক। আর তার ঢেউ আছড়ে পড়ে মরাঘাট রেঞ্জ অফিসেও। সেখানেও দীর্ঘ সময় ধরে চলল ব্যাপক বিক্ষোভ। গিয়ে বিক্ষোভ শুরু করেন।
‘প্রফেসর’লুকে কৌতূহল বাড়ালেন ববি দেওল, যশরাজের গোয়েন্দা ব্রহ্মাণ্ডে বড়চমক!
বলিউডের নতুন ইনিংসে অপ্রতিরোধ্য ববি দেওল।
সম্প্রতি রাষ্ট্রসংঘের সভায় যোগ দিয়েও একই দাবি করেন তিনি।
অর্থনৈতিক শ্রীবৃদ্ধির অন্তঃসারশূন্যতা, যে কোনও মূল্যে চাকরি করার গ্লানি!
‘জব হাগিং’। নতুন শব্দটি এখন বাজার দাপাচ্ছে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘এটি কেবল একটি যুদ্ধের সমাপ্তি নয়… এটি একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।’, ইজরায়েলি পার্লামেন্টে দাঁড়িয়ে ইজরায়েল হামাস যুদ্ধের অবসান নিয়ে এই মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইজরায়েল-হামাস শান্তি চুক্তি কার্যকর হওয়ার পর সোমবার ইজরায়েলের পার্লামেন্টে নেসেটে ভাষণ দিতে তেল আবিবে পৌঁছন ট্রাম্প। ইজরায়েলের পার্লামেন্টে তাঁকে উঠে দাঁড়িয়ে সংবর্ধনা […] The post Donald Trump | ‘নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর’, ইজরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে যুদ্ধ শেষ হওয়ায় প্রতিক্রিয়া ট্রাম্পের appeared first on Uttarbanga Sambad .
Relief Fund by Govt: প্রশাসনিক সূত্রের খবর, এই তহবিলে জমা পড়া টাকা রাজ্যের যে কোনও প্রান্তের বিপর্যয় মোকাবিলার জন্যেই কাজে লাগানো হবে। কোভিড পরিস্থিতি মোকাবিলার সময়েও বিশেষ ত্রাণ তহবিল গড়া হয়েছিল রাজ্যের সরকারের তরফ থেকে।
গৃহযুদ্ধ পাকিস্তানে! পাক পাঞ্জাবের মুরিদকেতে টিএলপির মিছিলে পুলিশের গুলি, মৃত ৫
মৌলবাদী সংগঠনের বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ।
PM Modi on Hostage Release: দু’বছর পর মিলল মুক্তি! ‘শান্তির দূত’ ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন মোদী
PM Modi: উল্টে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট সম্মেলনে যোগ দিয়েছিলেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। যা ঘিরে বিস্তর জল্পনা। কেন গেলেন না মোদী? কাকে এড়িয়ে যেতে চাইছেন তিনি? এই প্রশ্ন তুলেছেন অনেকেই। বেশির ভাগে মুখে ফুটে উঠেছে ট্রাম্পের নাম। কিন্তু সোমের রাতে করা এই পোস্ট সেই জল্পনাগুলিতে জল ঢালল বললেই চলে।
সামসী: সুদের টাকা মেটানো নিয়ে হুমকি ও চাপের মুখে সম্প্রতি আত্মঘাতী হয় এক তরুণ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস পরিচালিত রতুয়া-১ ব্লকের সামসী গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। চাঁচল মহকুমা শাসকের কাছে এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত তরুণের মা গৌরী সাহা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি […] The post Malda News | সুদের টাকা নিয়ে প্রতারণার অভিযোগ! তরুণের আত্মহত্যার ঘটনায় নাম জড়াল তৃণমূল প্রধানের স্বামীর appeared first on Uttarbanga Sambad .
Saugata Roy |‘এত রাতে কলেজ থেকে বেরনো উচিত না’, মমতার পর এবার সৌগতর মন্তব্যে বিতর্কে তৃণমূল
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এবার বিতর্কের জন্ম দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই তিনি দাবি করলেন, “মহিলাদের এত রাতে কলেজ থেকে বেরনো উচিত না।” তাঁর এই মন্তব্য নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। উল্লেখ্য, ঘটনাটি দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি মেডিকেল […] The post Saugata Roy | ‘এত রাতে কলেজ থেকে বেরনো উচিত না’, মমতার পর এবার সৌগতর মন্তব্যে বিতর্কে তৃণমূল appeared first on Uttarbanga Sambad .
জন্ম ভারতে, খেলেছেন পাক জার্সিতে, প্রয়াত পাকিস্তানের প্রবীণতম ক্রিকেটার ওয়াজির মহম্মদ
মহম্মদ পরিবারের অন্য ভাইরাও পাকিস্তান ক্রিকেটের সূচনালগ্নের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
৯ যুবকের যৌন লালসার শিকার নাবলিকা! অমানবিক ঘটনা ঝাড়খণ্ডে
বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
সিঙ্গুর মামলায় বড় জয় রাজ্যের, সুপ্রিম কোর্টে খারিজ হাই কোর্টের নির্দেশ!
কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?
‘সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি’! বলিউডের নেপোটিজম বিতর্ককে ‘বিদ্রুপ’সোনাক্ষীর
কাকে বিঁধলেন শত্রুঘ্নকন্যা?
দুর্গা পুজোর আনন্দ কাটতে না কাটতেই দুর্গা লাভ! দামোদর নদ থেকে উদ্ধার হল দেবী দুর্গার মূর্তি। আর তা নিয়েই তুমুল শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানের গলসির থানার দাদপুরে গ্রামে।মূর্তিটি হিন্দু দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপের বলে গ্রামবাসীরা জানিয়েছেন। কীভাবে মূর্তিটি নদীতে এল, তা নিয়ে চলছে জোর আলোচনা। গ্রামের বাসিন্দা দুর্গা চরণ বিশ্বাস ও বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন,তাঁরা কয়েকজন মিলে শনিবার রাতে দামোদর নদে জাল ফেলে মাছ ধরতে গিয়ে ছিলেন। সেই সময় জাল তুলতে গিয়ে তাঁদের পায়ে শক্ত কিছু জিনিস ঠেকে। টর্চের আলো ফেলতেই তাঁরা দেখেন জালে পাথরের একটি মূর্তি আটকে আছে। আরও পড়ুন- Malda News: ছুটি নেই, বিশ্রাম নেই, টানা ১৭ ঘণ্টা কাজের চাপ, ব্রেন স্ট্রোকে মৃত্যু পঞ্চায়েত কর্মীর মূর্তিটি কোন দেব- দেবীর মূর্তি তা তখন তাঁরা বুঝে উঠতে পারেন নি। রবিবার সকালে তাঁরা ফের নদীতে যান । তাঁরা মূর্তিটি নদী থেকে পাড়ে তুলে আনেন।তখনই তাঁরা নিশ্চিৎ হন মূর্তিটি মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার। এরপরেই মূর্তিটি নিয়ে তাঁরা সোজা পৌছান গ্রামের মন্দিরে। সেখানে তাঁরা মূর্তিটি স্থাপন করেন। আরও পড়ুন- Supreme Court: “৬ বছর ধরে কী করছিল CBI?”, রাজীব কুমার মামলায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের মূর্তি উদ্ধারের খবর পেয়ে গলসি থানার পুলিশ এদিন বেলায় ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি চাক্ষুষ করে। এদিকে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার মূর্তি উদ্ধারের খবর জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। মূর্তিটি দেখার জন্য বহু মানুষ মণ্দিরে ভিড় জমতে শুরু করেন।গ্রামবাসীরা জানিয়েছেন, দেবীর পূজা-অর্চনা করে খব শিগগিরই মন্দিরে মূর্তির প্রাণপ্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। আরও পড়ুন- 8th Pay Commission: দিওয়ালির আগেই সরকারি কর্মচারিদের জন্য 'মারকাটারি' খবর, জানুন কবে থেকে কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন? এই মূর্তিটি প্রসঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের দায়িত্বে থাকা শ্যামসুন্দর বেরা বলেন ,আমি উদ্ধার হওয়া মূর্তিটির ছবি পেয়েছি সেই ছবি দেখে মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে,মূর্তিটির উচ্চতা ২ ফুট সাড়ে ৮ ইঞ্চি এবং প্রস্থ ১ ফুট ৯ ইঞ্চির মতো হবে।মূর্তিটি মহিষাসুরমর্দিনী দুর্গার’ই মূর্তি।শ্যামসুন্দর বাবু এও জানান,আট হাতের ধূসর বেলে পথরের মহিষাসুরমর্দিনী দুর্গার মূর্তিটি আনুমানিক ১৫০০ বছরেরও বেশি সময়ের পুরানো হবে বলেই মনে করা হচ্ছে।
ছোলার ডালে দিয়ে দিন মাংসের কিমা! সহজ রান্নাটা শিখে নিন
অনেকেরই রোজকার মেনুতে ডাল চাই-ই চাই। তবে স্বাদ বদলে অনেকেই ডালে পেঁয়াজ দেন। আবার অনেকে মাছের মাথা দিয়েও ডাল তৈরি করেন। এবার স্বাদ বদলে না হয় তৈরি করুন মাংসের কিমা দিয়ে ছোলার ডাল। মা-ঠাকুমারা কিন্তু এই একটি রান্না করেই মন জিতে নিতে নিতেন গোটা পরিবারের। রান্নাটাও কিন্তু খুব সহজ।
হালিশহরে তৃণমূল কাউন্সিলরকে গালিগালাজ, লাগাতার হুমকি! নেপথ্যে কে?
আতঙ্কে তৃণমূল নেতা এবং তাঁর পরিবার।
ডোমকল: দাবি মতো পণের টাকা না মেটানোয় খুন হতে হল এক গৃহবধূকে। তবে এখানেই শেষ নয়। এই খুনের ঘটনাকে আত্মহত্যার রুপ দিতে ওই গৃহবধূর দেহ ঝুলিয়ে দেওয়া হল ঘরের সিলিংয়ে! তারপর সেই ঝুলন্ত দেহের ছবি পাঠানো হল মৃতার পরিবারের কাছে। সোমবার এমনই চাঞ্চল্যকর ঘটনার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল এলাকা। মৃত গৃহবধূর নাম সাবিনা। […] The post Domkal | স্ত্রীকে খুনের পর প্রমাণ লোপাটে আত্মহত্যার গল্প? মৃতার পরিবারকে ঝুলন্ত দেহের ছবি পাঠাল গুণধর স্বামী! appeared first on Uttarbanga Sambad .
Narendra Modi |ইজরায়েলি পণবন্দিদের মুক্তিকে স্বাগত জানালেন মোদি, প্রশংসা করলেন ট্রাম্পেরও
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের মধ্যস্ততায় ইজরায়েলি পণবন্দিদের মুক্তি প্রক্রিয়াকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাব মেনে নিয়ে সোমবার দফায় দফায় ২০ জন পণবন্দিকে মুক্তি দেয় হামাস। এরপরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন গাজায় যুদ্ধ বন্ধ হয়েছে। শান্তি ফিরেছে। প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অটল’ শান্তি প্রচেষ্টা এবং ইজরায়েলি […] The post Narendra Modi | ইজরায়েলি পণবন্দিদের মুক্তিকে স্বাগত জানালেন মোদি, প্রশংসা করলেন ট্রাম্পেরও appeared first on Uttarbanga Sambad .
LG IPO Listing: লিস্টিংয়েই দাম বাড়বে ৩৬ শতাংশ! ১৩ তারিখ বাজার কাঁপাবে এলজি, বলছেন বিশেষজ্ঞরা!
LG India: হুন্ডাই তার অন্তর্ভুক্তির সময় বাজারে তেমন কোনও ঝাঁকুনি না দিলেও এলজি যে একটা বিরাট ঝাঁকুনি দিতে চলেছে, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি সেই একই ইঙ্গিত দিচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম বা জিএমপি।
পণবন্দিদের মুক্তিকে স্বাগত মোদির, গাজায় শান্তি প্রক্রিয়ার জন্য প্রশংসা করলেন ট্রাম্পের
ট্রাম্পের 'অটল' শান্তি প্রচেষ্টা এবং নেতানিয়াহুর 'দৃঢ় সংকল্প' প্রশংসনীয়, মন্তব্য মোদির।
নাবালিকাকে শ্লীলতাহানি! গ্রেপ্তার বেলঘরিয়ার বিজেপি নেতা
ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল।
‘মারা বন্ধ করো’, ক্যারিবিয়ান ব্যাটারকে ‘হুঁশিয়ারি’সিরাজের! ডাগআউটে ফিরে পেলেন ‘রাজার’সম্মান
দ্বিতীয় ইনিংসে ২ উইকেট পেয়ে বুমরাহ-স্টার্ককে ছাপিয়ে গেলেন সিরাজ।
‘ভুল করবেন না, আমরাও পালটা…’, শুল্ক নিয়ে ট্রাম্পকে ফের হুঁশিয়ারি চিনের
আগামী ১ নভেম্বর চিনের উপর নয়া শুল্কহার কার্যকর হবে।
‘প্রত্যেক নাগরিককে সেবা, সুরক্ষা ও সম্মান প্রদানই লক্ষ্য’, ‘জনতা দর্শন’থেকে বার্তা যোগীর
বিভিন্ন জেলার ৫০ জনেরও বেশি মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশে ১ লক্ষেরও বেশি স্কুলে মাত্র একজন শিক্ষক! শিক্ষামন্ত্রকের রিপোর্টে প্রকাশ্যে ‘দৈন্যদশা’
এই তালিকায় সবচেয়ে বেহাল অবস্থা অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশের।
বিধানসভা কেন্দ্রে কেন পিছিয়ে দল? বিজয়া সম্মিলনীতে অভিযোগ পালটা অভিযোগ
উপস্থিত ছিলেন মন্ত্রী থেকে সাংসদ ও জেলা পরিষদের সভাধিপতি সকলেই।
Donald Trump on India-Pak Conflict: সংঘর্ষবিরতির কৃতিত্ব নিতে উদ্যত্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কখনও সমাজমাধ্যমে পোস্ট, কখনও বা সংবাদমাধ্যমের সামনে বারংবার এই একই প্রসঙ্গ তুলে ধরতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু নয়াদিল্লি তাতে কোনও দিনই প্রশ্রয় দেয়নি। বরং ট্রাম্পের এই দাবিকে বরাবরই নস্যাৎ করেছে তাঁরা।
Winter in Bengal: অবশেষে বর্ষা বিদায়! কিন্তু ঠান্ডা পড়ছে কবে থেকে?
Monsoon Left Bengal: হাওয়া অফিস বলছে, বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও কোনও কোনও জেলায় দিনভর আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। একইসঙ্গে পশ্চিমদিকের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বেশ কিছুটা পারাপতন দেখা যেতে পারে।
Mamata Banerjee: স্বপনকে দেখে সরে গেলেন, অথচ খগেশ্বরকে দেখে গাড়ি দাঁড় করালেন মমতা
Jalpaiguri: অপরদিকে, মালবাজারের কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী তিস্তা নদীর গজল ডোবা সেতু দিয়ে পাহাড়ে যাচ্ছিলেন। সেতুর রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তাঁকে দেখে কনভয় থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। এগিয়ে যান বিধায়ক। মমতা বন্দ্য়োপাধ্যায় খানিকক্ষণ কথা বলেন বিধায়কের সঙ্গে।
সাফল্যের শিখরে পৌঁছতে চান? আজ থেকেই মেনে চলুন এই টিপসগুলো
চেষ্টা করুন ইতিবাচক মানুষদের কাছাকাছি থাকতে।
Pimple |২৪ ঘণ্টায় ব্রণের দাগ দূর করবেন কি করে জেনে নিন
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রায় অধিকাংশ মানুষ যে সমস্যায় বেশি ভুগছে সেটি হল ব্রণ। ঠিক কোনও অনুষ্ঠান বা বাইরে যাওয়ার থাকলে তার আগেই বিশেষ করে দেখবেন মুখে কোথার থেকে ব্রণর আবির্ভাব। টাটকা সব্জি কম তেল-চর্বিযুক্ত খাবার খাওয়া, ঘুমানো, পর্যাপ্ত পানি খাওয়া, রোদে না যাওয়া, মুখ ভালোভাবে পরিষ্কার করা, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন, প্রসাধনী ও মেকআপ ব্যবহারের ক্ষেত্রে […] The post Pimple | ২৪ ঘণ্টায় ব্রণের দাগ দূর করবেন কি করে জেনে নিন appeared first on Uttarbanga Sambad .
Nagrakata |‘দিল্লি একটা টাকাও দেয় না…’, নাগরাকাটা পরিদর্শনে গিয়ে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী
নাগরাকাটা: বন্যা বিধ্বস্ত নাগরাকাটার বামনডাঙ্গা-টন্ডু চা বাগান পরিদর্শন করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে প্রথমে তিনি যান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বামনডাঙ্গার মডেল ভিলেজে। সেখানে ৯ জন মৃতের পরিবারের থেকে একজন করে সদস্যের হাতে স্পেশাল হোমগার্ড-এর চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। পাশাপাশি্ তিনি নিয়োগপত্র তুলে দেন, মাথাভাঙার আরও ২ জন মৃতের পরিবারের এক জন করে […] The post Nagrakata | ‘দিল্লি একটা টাকাও দেয় না…’, নাগরাকাটা পরিদর্শনে গিয়ে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী appeared first on Uttarbanga Sambad .
Malda |বিদ্যুৎচালিত চাকায় মাটির প্রদীপ তৈরি
হরষিত সিংহ, মালদা: বাঙালির উৎসব শুরু হয়ে গিয়েছে প্রায় দুর্গাপুজোর সময় থেকে। এরপর রয়েছে কালীপুজো। আর এই কালীপুজোতে প্রদীপ থেকে শুরু করে ধুনুচি সহ বিভিন্ন মাটির জিনিসের ব্যাপক চাহিদা থাকে। এই সময় নাওয়াখাওয়া ভুলে বাড়ির সকলে মিলে এই সমস্ত মাটির জিনিস তৈরির কাজে লেগে পড়েন ইংরেজবাজার ব্লকের কাগমারি হাটপাড়ার কুমোররা (Malda)। ছোট থেকে বড়, এমনকি […] The post Malda | বিদ্যুৎচালিত চাকায় মাটির প্রদীপ তৈরি appeared first on Uttarbanga Sambad .
৩৩ বছরের কেরিয়ারে প্রথম ফিল্মফেয়ার জয় রবি কিষেণের, শুভেচ্ছাবার্তায় ‘বড় সার্টিফিকেট’যোগীর
গোরক্ষপুরের তারকা-সাংসদের 'ঢালাও' প্রশংসা যোগী আদিত্যনাথের মুখে।
Kali Puja 2025 |চক্ষুদানে ঢাকা থাকে কালীর মুখ
স্বপনকুমার চক্রবর্তী, হবিবপুর: প্রায় তিন শতক আগে পুনর্ভবা নদী পেরিয়ে মশাল জ্বালিয়ে, বাঁশের তৈরি রণপায়ে ভর করে মা কালীর পুজো দিতে আসত ডাকাতদল। ডাকাতদের পূজিতা এই দেবী এখন মানিকোরা কালী নামে পরিচিত (Kali Puja 2025)। কালের পরিবর্তনে সেই ভয়ংকর ডাকাতদল এখন আর নেই। তবে শতাব্দীপ্রাচীন এই পুজো এখনও মালদার হবিবপুর ব্লকে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে মানিকোরায় […] The post Kali Puja 2025 | চক্ষুদানে ঢাকা থাকে কালীর মুখ appeared first on Uttarbanga Sambad .
UPI, Google Pay: গুগল পে ব্যবহার করেন তো? খুব সাবধান! জালিয়াতি থেকে বাঁচতে এখনই দেখুন
Google Pay, Fraud: ইউপিআই লেনদেনের একটা বিরাট অংশ গুগল পে-র মাধ্যমে হওয়ার পরও তারা ওই ফ্রড রিস্ক ইন্ডিকেটরের নিরাপত্তা বলয়ের বাইরে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের সচিব নীরজ মিত্তাল স্পষ্ট জানিয়েছেন, এই জায়ান্ট প্ল্যাটফর্মটি এখনো এফআরআই ইন্টিগ্রেট করেনি।
Kali Puja 2025 |কালীপুজোর রাতে শিয়ালকে শিবা ভোগ
বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই চারদিকে এখন শ্যামাপুজোর প্রস্তুতি চলছে (Kali Puja 2025)। প্রায় পাঁচশো বছর ধরে চলছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের রামকৃষ্ণপুর গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের কালীপুজো। এই কালীপুজোর কিছু বিশেষত্ব রয়েছে। সব জায়গায় রাতেরবেলা পুজো হলেও পারিবারিক শ্মশানের পাশে অবস্থিত এই প্রাচীন মন্দিরে আজও প্রথা মেনে দিনের আলোয় দেবীর আরাধনা হয়। […] The post Kali Puja 2025 | কালীপুজোর রাতে শিয়ালকে শিবা ভোগ appeared first on Uttarbanga Sambad .
ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন করানো ভুল ছিল? গম্ভীর জমানায় থামল ঘরের মাঠে ভারতের গর্বের দৌড়
টেস্ট কেরিয়ারে প্রথমবার এক ইনিংসে ১০০-র বেশি রান দিলেন কুলদীপ যাদব।
Utsav Mukherjee Reaction On Cyber Harassment: প্রচারের আলোয় না থেকেও 'যত কাণ্ড কলকাতাতেই' দর্শকের ভালবাসা পেয়েছে। এইরকম পরিস্থিতিতে সাইবার প্রতারণার শিকার একাধারে পরিচালক, চিত্রনাট্যকার, কাহিনিকার উৎসব মুখোপাধ্যায়। উল্লেখ্য, এই ঘটনা প্রথমবার নয়। পুলিশের ব়্যাডারে যেমন অভিযুক্তরা থাকে ঠিক তেমনই উৎসবও যেন কারও 'টার্গেট'। দীর্ঘদিন কোনও এক রহস্যময় বা রহস্যময়ী আতসকাচের তলায় উৎসবের প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে নজরে রাখছেন। তিনি কে? সেই রহস্য একপ্রকার তাড়া করে বেড়াচ্ছে উৎসবকে। অগত্যা সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন উৎসব মুখোপাধ্যায়। নতুন সিনেমা মুক্তির পরই ফের একই ঘটনার পুনরাবৃতি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এই প্রশ্নের উত্তরে কী যুক্তি? তিনি বলেন, 'যত কাণ্ড কলকাতাতেই' সাফল্য পাওয়ার ফলে প্রচুর সুখ্যাতি অর্জন করেছি বা আমি যে বিরাট কোটিপতি হয়ে গিয়েছি এমনটা তো নয়। আমি বা আমার সিনেমা সাফল্যের এমন উচ্চশিখরে পৌঁছে গিয়েছে যে হিংসায় সকলে জ্বলবে এমনটাও নয়। তাই আমার মনে হয় না বিষয়টা কর্মজগৎ-এর সঙ্গে জড়িত। এটা তো অনেক বছর ধরে চলে আসছে। যখনই কোনও সিনেমা মুক্তি পেয়েছে বা বিশেষ কোনও সময়ই এই ধরনের অনভিপ্রেত ঘটনাগুলো ঘটছে। প্রফেশনাল জায়গা থেকে হচ্ছে না ব্যক্তিগত আক্রোশ সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে আমার মতে, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে অপদস্থ করা। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের সঙ্গে আমার ছবি নিয়ে সেটা পোস্ট করে নোংরা মন্তব্য করা হচ্ছে। ফলে আমার সঙ্গে সতীর্থদের একটা দূরত্ব তৈরি হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এটা তো কারও পছন্দ হওয়ার কথা নয়। কে করছে বা কে করাচ্ছে সেটা এখনও বোঝা যাচ্ছে না। তবে আমি নিশ্চিত প্রফেশনাল যোগ নেই, সম্পূর্ণ ব্যক্তিগত। এই ধরনের ঘটনা কর্মক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলে।' আরও পড়ুন তোপসের জুতোয় পা 'গোয়েন্দা' আবীরের, পুজোয় কলকাতার কোন রহস্য উন্মোচন করবেন অভিনেতা? জীবনে কোনও শত্রু আছে? পুরনো কিংবা নতুন শত্রুতার জেরে এমন ঘটনা ঘটছে বলে মনে হয়? পরিচালকের সংযোজন, 'শত্রু হওয়ার মতো পরিস্থিতি আমার জীবনে তৈরি হয়নি। তবে একজন মানুষ আরেকজনকে অপছন্দ করতেই পারেন। কিন্তু, সেটার জন্য দীর্ঘদিন কাউকে অপদস্থ বা অপমান করার ধারাবাহিকতা বজায় রাখবে? আমি এটুকু বলতে পারি যে এই ধরনের কাজগুলো যে করছে সে আমাকে ভীষণ ভালভাবে চেনে, আমার পরিসর সম্পর্কে অবগত। আমার জীবন, গতিবিধি, কার্যকলাপ সম্পর্কে কেউ না জানলে এমন পোস্ট করা সম্ভব নয়।' সোনিকা চৌহানকেও বাদ দেয়নি..., কথা শেষ হওয়ার আগেই উৎসব মুখোপাধ্যায় বলেন, 'সোনিকাকে আমি একদম ছোট থেকে চিনি। আমার থেকে ও অনেক ছোট। বহুবছর আগের একটা শুটিংয়ের ছবি নিয়েও কুরুচিকর মন্তব্য! সবচেয়ে বড় বিষয় আমি সোশ্যাল মিডিয়া থেকে ছবি ডিলিট করার পরও সে ওগুলো ব্যবহার (রিস্টোর) করতে পারে। আমার অ্যাকাউন্ট হ্যাক করে যখন এগুলো শেয়ার করা হচ্ছে তখন আমার ফ্রেন্ডলিস্টে যাঁরা আছেন তাঁরা ভাবছেন আমি করছি। ফলে আমার ইমেজ নষ্ট হচ্ছে।' পরিবারের দুই মূল কান্ডারিকে হারিয়ে আজ মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন উৎসব। তবুও নিজের সম্পর্কে কিছু বলা প্রয়োজন। কারন ব্যখা করতে গিয়ে বলেন, 'সম্প্রতি মা-বাবাকে খুব অল্প সময়ের ব্যবধানে হারিয়েছি। মানসিকভাবে আমি সত্যিই খুব বিধ্বস্ত। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার মানসিকতা বা এনার্জি কোনওটাই আমার নেই।' কখনও তাঁর কোনও আচরণ কাউকে কষ্ট দিয়েছে? যার ফলস্বরূপ এই অনভিপ্রেত ঘটনাগুলো ঘটছে? সেই বিষয়ে তাঁর যুক্তি, 'কখনও আমার আচরণে কারও মন ভেঙেছে কিনা সেটা আমার পক্ষে সত্যিই বলা সম্ভব নয়। কিন্তু, ব্যক্তিগত আক্রোশ আছে সেই বিষয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত।' আরও পড়ুন চুক্তির দোহাই দিয়ে অন্য ছবির প্রচার আটকানো নেগেটিভ প্রমোশন, একসময় প্রযোজকরা সবটুকু কন্ট্রোল করতেন: অনীক
Raiganj |জবকার্ড আপডেট করাতে এসে চরম বিশৃঙ্খলা! ভিড়ে অসুস্থ একাধিক মানুষ
রায়গঞ্জ: জবকার্ড আপডেট করাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা। বদ্ধ ঘরের মধ্যে পুরুষ, মহিলা ও শিশুদের ভিড়ে অসুস্থ বেশ কয়েকজন। এই ঘটনা ঘিরে এদিন শোরগোল পড়ে যায় রায়গঞ্জ ব্লকের (Raiganj) মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েত দপ্তরে। জানা গেছে, প্রায় ৩ বছর পর জবকার্ড আপডেট করতে সোমবার রায়গঞ্জ ব্লকের (Raiganj) মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েত দপ্তরে আসেন জবকার্ড হোল্ডাররা। এদিন দুপুর […] The post Raiganj | জবকার্ড আপডেট করাতে এসে চরম বিশৃঙ্খলা! ভিড়ে অসুস্থ একাধিক মানুষ appeared first on Uttarbanga Sambad .
Raiganj |জবকার্ড আপডেট করাতে এসে চরম বিশৃঙ্খলতা! ভিড়ে অসুস্থ একাধিক মানুষ
রায়গঞ্জ: জবকার্ড আপডেট করাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা। বদ্ধ ঘরের মধ্যে পুরুষ, মহিলা ও শিশুদের ভিড়ে অসুস্থ বেশ কয়েকজন। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হল হাসপাতালে (Hospital)। ৩ বছর পর জবকার্ড আপডেট করতে সোমবার রায়গঞ্জ ব্লকের (Raiganj) মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েত দপ্তরে আসেন জবকার্ড হোল্ডাররা। এদিন দুপুর ১২ টা নাগাদ গ্রাম পঞ্চায়েত দপ্তরে গিয়ে দেখা গেল এক […] The post Raiganj | জবকার্ড আপডেট করাতে এসে চরম বিশৃঙ্খলতা! ভিড়ে অসুস্থ একাধিক মানুষ appeared first on Uttarbanga Sambad .
ভুয়ো কল কিংবা মেসেজে বিরক্ত! সমস্যা সমাধান করে দেবে সরকারি এই অ্যাপ
কীভাবে জানেন?
Trinamool Congress: ‘ছাব্বিশের নির্বাচনে কোথাও বিজেপির এজেন্ট থাকতে দেওয়া যাবে না’, হুঙ্কার জগদীশের
Jagadish Basunia: রীতিমতো হুঙ্কারের সুরে বলেন, “যেখানে যে ওষুধ দরকার সেটা দেবেন। ক্যানসারের জন্য কেমো থেরাপি দরকার, ওখানে ট্যাবলেট, স্যালাইন দিলে হবে না। কেমো দিতে হবে। পেটে পাথর হলে কেটে অপারেশন করে পাথর বের করতে হবে।”
One Teacher For 33 Lakh Students: এদিকে ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী, প্রাথমিক স্কুলে এক জন শিক্ষক পিছু ৩০ জন পড়ুয়া থাকা উচিত। আর উচ্চ প্রাথমিক স্তরে এক জন শিক্ষক পিছু মোট ৩৫ জন পড়ুয়া থাকা উচিত। অথচ দেশের লক্ষাধিক স্কুলেই সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সর্বসাকুল্যে মাত্র এক জন করে শিক্ষক রয়েছেন।
Health Tips |ঘনঘন পেটের সমস্যায় ভোগেন? রোজের এই অভ্যাসগুলি বদলান শীঘ্রই
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজকাল ঘনঘন পেটের সমস্যায় (Stomach Problem) ভোগেন অনেকে। যা মোটেই শরীরের জন্য ভালো নয়। ঠিকমতো পেট পরিষ্কার না হওয়া, ওজন বেড়ে যাওয়া, ব্রণর সমস্যা বাড়লে বুঝতে হবে অন্ত্র ভালো নেই। আর অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে রোজের কিছু অভ্যাস শীঘ্রই বদলাতে হবে। সেগুলি কী কী তা জেনে নিন (Health Tips)। কম […] The post Health Tips | ঘনঘন পেটের সমস্যায় ভোগেন? রোজের এই অভ্যাসগুলি বদলান শীঘ্রই appeared first on Uttarbanga Sambad .
বিজয়া সম্মিলনী থেকেই ফের ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের আশ্বাস অভিষেকের, শুরু হবে কবে?
এদিনের অনুষ্ঠান থেকেই কর্মীদের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরুর নির্দেশ দেন অভিষেক।
East Bengal FC News: ইস্টবেঙ্গলকে নিয়ে বড় খবর, চাঞ্চল্যকর মন্তব্য অস্কার ব্রুজোঁর
East Bengal FC: চলতি আইএফএ শিল্ড (IFA Shield 2025) আপাতত গোধূলি লগ্নে পা বাড়াতে শুরু করেছে। আগামী ১৪ অক্টোবর নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই ম্য়াচে খেলতে নামার আগে সোমবার অনুশীলনে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। আর অনুশীলনে নেমেই ইস্টবেঙ্গলের হেড-স্যার অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) একটি চাঞ্চল্যকর মন্তব্য করলেন। আসুন, সেই ব্যাপারেই আলোচনা করা যাক। East Bengal FC Update: হিরোশিকে নিয়ে এল বড় আপডেট, ইস্টবেঙ্গল সমর্থকদের কেল্লাফতে! ডার্বি নিয়ে বড় মন্তব্য অস্কারের ব্রুজোঁ বললেন, 'হতে পারে আগামী ১৮ তারিখ একটা ডার্বি ম্য়াচের সম্ভাবনা রয়েছে। কিন্তু, ওই ম্য়াচ নিয়ে এখন আমরা কিছুই ভাবছি না। আপাতত আগামী ম্য়াচে আমাদের নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে হবে। সেকারণে এই ম্য়াচের উপরই আপাতত যাবতীয় ফোকাস ধরে রাখতে চাই।' East Bengal FC: ইস্টবেঙ্গলে যোগ দিয়েই 'হুঙ্কার' হিরোশির, শাসিয়ে রাখলেন বিপক্ষ দলগুলোকে! এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এফসি তাদের প্রথম ম্য়াচ শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। তো সেই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড ৪-০ গোলে জয়লাভ করেছিল। একটি করে গোল করেছিলেন জয় গুপ্তা, সল ক্রেসপো, হামিদ আহদাদ এবং জিকসন সিং। এবার নামধারী এফসি-র বিরুদ্ধেও অস্কারের দল একই পারফরম্য়ান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। East Bengal FC Win: দল জিতলেও 'অসন্তুষ্ট' অস্কার! ইস্টবেঙ্গল কোচ বললেন... অস্কারের কথায়, 'নামধারীকে কিছুতেই হালকাভাবে গ্রহণ করলে চলবে না। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পর এই টুর্নামেন্টে ওরাই সবথেকে শক্তিশালী দল। সেকারণে এখন থেকেই ডার্বির চিন্তা মাথায় নিয়ে ফুটবলারদের উপর আলাদা করে চাপ তৈরি করতে চাই না।' East Bengal FC News: মাঠ কাঁপাল ইস্টবেঙ্গল, ডেবিউ ম্য়াচেই 'ধুঁয়াধার' জয় গুপ্তা প্রতিপক্ষকে সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ ইতিপূর্বে, ২০২৫ ডুরান্ড কাপে নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্য়াচে জয়লাভ করেছিল লাল-হলুদ ব্রিগেড। ফলে প্রতিপক্ষকে আগে থেকে চিনলেও আপাতত সাবধানী পদক্ষেপ ফেলতে চান অস্কার। তিনি বললেন, 'নামধারীর ডিফেন্সটা যথেষ্ট শক্তিশালী। সম্প্রতি ডুরান্ড কাপে আমাদের যথেষ্ট বেগ দিয়েছিল। সেকারণে আগামীকাল আমরা উইংটা যত ভাল করে কাজে লাগাতে পারব, ততই গোল করার সম্ভাবনা বাড়বে।' উল্লেখ্য, নামধারীর থেকে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। সেকারণে মঙ্গলবারের ম্যাচটা যদি তারা ড্র'ও করে, তাহলেও ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে।
টাকা দিলেই পরীক্ষায় পাশ! আর্থিক প্রতারণায় বালুরঘাটে গ্রেপ্তার টোটোচালক
বালুরঘাটে সাংবাদিক বৈঠক করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় বোলিং আক্রমণের ধৈর্যের চরম পরীক্ষা হল ‘প্রাণহীন’ সাব-কন্টিনেন্টের পিচে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে ২-০ ব্যবধানে সিরিজ জেতার একেবারে দোরগোড়ায় পৌঁছে গেল ভারত। ১২১ রানের অপেক্ষাকৃত ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারত দিন শেষ করেছে ১ উইকেটে ৬৩ রান তুলে। মঙ্গলবার শেষ দিনে জয় নিশ্চিত করতে […] The post India-West Indies | পঞ্চম দিনে গড়াল দিল্লি টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ২-০ করতে চাই আর ৫৮ রান appeared first on Uttarbanga Sambad .
রেললাইন পার হতে গিয়ে বিপত্তি! বাইক সমেত হুমড়ি খেয়ে পড়লেন যুবক, তারপর…
গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
Malda Flood situation: বারবার বন্যায় বিদ্ধ মালদহ, জাতীয় পতাকা হাতে বিক্ষোভ ছাত্রদের
Malda: আজ অর্থাৎ সোমবার ভূতনীর বিভিন্ন এলাকা পরিক্রমা করে ছাত্র-যুবদের একটি মিছিল। ভূতনী ব্রিজ থেকে মানিকচক ব্লক অফিসের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য, গঙ্গা ও ফুলহর নদীর ভাঙনে জেরবার ভূতনী চর। লাগাতার বন্যায় প্লাবিত হয়েছেন ভূতনী চরের তিনটি অঞ্চলে প্রায় দু'লক্ষ মানুষ।
পরিচালক শক্তি সামন্ত তখন মন দিয়েছেন 'নিশিপদ্ম' ছবির হিন্দি রিমেকে। এমনকী, বেছেও ফেলেছেন ছবির অভিনেতা, অভিনেত্রী। রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুর। ততদিনে পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের নিশিপদ্ম নিয়ে সিনেমহলে নানা আলোচনা। উত্তম-সাবিত্রী জুটির অভিনয়, তখন সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে।
BJP: পার্কস্ট্রিট থেকে দুর্গাপুর, মমতার কী কী ‘মন্তব্য’ তুলে ধরলেন সুষমা স্বরাজের কন্যা?
Bansuri Swaraj: রাজনীতির কারবারিরা বলছেন, রাজ্যে বিজেপি নেতারা যখন তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যাচ্ছেন, তখন দিল্লিতে এই সাংবাদিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গে ধর্ষণের অভিযোগ যে জাতীয় স্তরেও বিজেপি তুলে ধরতে চাইছে, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন বাঁশুরীরা।
‘আমি হাঁটতে ভুলে গেছি’, হাসপাতালের বিছানায় শুয়ে জিতেন্দ্রকে বলেন অমিতাভ
জিতেন্দ্র আরও জানান, অমিতাভ কখনও নিজের সাফল্যে গা ভাসাননি। জনপ্রিয়তার চূড়ায় থেকেও তিনি সময়ের মূল্য বোঝেন, সেটে কখনও কাউকে অপেক্ষা করান না। এমনকি শুরুর দিনগুলোতে যখন রাত ৩টা পর্যন্ত আড্ডা হতো, তবুও তিনি পরদিন সকাল ৭টায় সেটে ঠিক হাজির থাকতেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলা নেতৃত্বদেরও কটাক্ষ সুকান্তর
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শাসকদলের মালদার একাধিক নেতাকে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মেয়েদের রাস্তায় বেরোনোর প্রসঙ্গ নিয়ে টাইমে মেশিনে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাবরের আমলে পাঠানোর কথা বলেন বালুরঘাটের সাংসদ। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরিকে মমি বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর তিরে বিদ্ধ হয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সিও।
বাংলার ঘরে ঘরে মাতৃরূপে দেবী কালিকার আরাধনা কীভাবে শুরু হয়েছিল? জেনে নিন সেই কাহিনি
কৃষ্ণানন্দ আগমবাগীশ দেবীকে কীভাবে সাকার রূপ দিয়েছিলেন, তা নিয়ে রয়েছে বহু গল্পকথা।
পাক-আফগান সংঘর্ষে অনিশ্চিত ত্রিদেশীয় টুর্নামেন্ট, আইসিসি’র দ্বারস্থ পিসিবি প্রধান নকভি!
পিসিবি যে বিকল্প ভাবছে, তাতে সমস্যায় পড়তে পারেন বাবর আজমরা।
পরিচালনায় হাতেখড়ি করেই বাজিমাত চূর্ণী-কৌশিকপুত্রর। 'লক্ষ্মীছেলে'কে শুভেচ্ছা শিবপ্রসাদেরও।
Jadavpur University: PHD করতে-করতে আবার মাস্টার্সে ভর্তির চেষ্টা, JU-তে তুমুল বিক্ষোভ
Jadavpur: জানা যাচ্ছে, সঞ্জীব মাস্টার্সে ভর্তির আবেদন করার সঙ্গে-সঙ্গেই তা মঞ্জুর হয়ে যায়। আর তারপর চলে আসে প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ডও। পরীক্ষা দিয়ে ভেরিফিকেশন পর্যন্ত হয়ে গিয়েছে তাঁর। যা নিয়ে শুরু হয়ছে বিতর্ক। এরপরই বিক্ষোভ দেখাত শুরু করেন বিক্ষোভে সামিল যাদবপুরের সব ছাত্র সংগঠন।
শুভেন্দুর সঙ্গে কথা, মেয়েকে ওড়িশা ফিরিয়ে নিয়ে যেতে চান দুর্গাপুরের নির্যাতিতা ছাত্রীর বাবা
অধরা একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ইজরায়েলের সংসদে ট্রাম্পের ভাষণে বিরোধীদের ঘাড়ধাক্কা! মার্কিন প্রেসিডেন্ট বললেন, ‘অসাধারণ’
ট্রাম্পের হাতে সোনার পায়রা তুলে দেন নেতানিয়াহু।
Sukanta Majumder |‘টাইম মেশিনে চাপিয়ে বাবরের আমলে…’, সুকান্তর কটাক্ষের নিশানায় মমতা-সৌগত!
মালদা: “মমতা বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়কে টাইম মেশিনে চাপিয়ে বাবরের আমলে পাঠিয়ে দেওয়া উচিৎ।” মেয়েদের বাইরে বেরোনো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দিতে গিয়ে এমন মন্তব্যটি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীকে ‘মীরজাফর’ ও কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরিকে ‘মমি’ বলেও কটাক্ষ করেন তিনি। এদিন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল […] The post Sukanta Majumder | ‘টাইম মেশিনে চাপিয়ে বাবরের আমলে…’, সুকান্তর কটাক্ষের নিশানায় মমতা-সৌগত! appeared first on Uttarbanga Sambad .
KBC 17 |‘নিয়ম জানি, শেখানোর দরকার নেই’, কেবিসি-র মঞ্চে অমিতাভের সঙ্গে ‘দুর্ব্যবহার’ খুদে প্রতিযোগীর
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেবিসি ১৭-র (KBC 17) মঞ্চে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে দুর্ব্যবহার (Bad behaviour) এক খুদে প্রতিযোগীর। সেই ভিডিও ভাইরাল হতেই ওই খুদেকে নিয়ে সমালোচনার ঝড় নেটপাড়ায়। পঞ্চম শ্রেণির পড়ুয়া ঈশিতের ব্যবহার, কথাবার্তার ধরন এবং অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই প্রশ্ন তুলেছেন নেটনাগরিকরা। ওই এপিসোডের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অমিতাভ খেলার শুরুতে নিয়ম বলা […] The post KBC 17 | ‘নিয়ম জানি, শেখানোর দরকার নেই’, কেবিসি-র মঞ্চে অমিতাভের সঙ্গে ‘দুর্ব্যবহার’ খুদে প্রতিযোগীর appeared first on Uttarbanga Sambad .
৩০ শতাংশ পদ মহিলাদের জন্য! লিঙ্গ সমতায় বিরাট ঘোষণা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার
আগামী পাঁচ বছরের মধ্যে মহিলা কর্মীর সংখ্যা ৩০ শতাংশে উন্নিত করবে SBI।
‘রং’মশাল…দীপাবলিতে এসব রঙের ব্যবহারে সৌভাগ্য থাকবে আপনার হাতের মুঠোয়!
কোন রঙের পোশাক পরবেন, ভাবছেন? পড়ে ফেলুন প্রতিবেদনটি।
Recipe |এবার গরম ভাতের সঙ্গে রাখুন আদার চাটনি, স্বাদে ভরপুর আর বাড়বে হজম ক্ষমতাও
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাইরের খাবারের ওপর ঝোঁক আজকাল কমছে। ঘরোয়া রান্না করা খাবারের প্রতিই আগ্রহ বাড়ছে। আর এমন চাহিদার জোগান দিতে আদার জুড়ি মেলা ভার। দক্ষিণ ভারতীয় খাবারের সঙ্গী হিসেবে বেশ জনপ্রিয় আদার চাটনি। এদিকে বদহজম কমাতে এই খাবার বেশ কার্যকরী। দোসা, ইডলি বা গরম গরম ভাতের সঙ্গে এক চামচ আদার চাটনি(Recipe)— দক্ষিণ ভারতীয়দের […] The post Recipe | এবার গরম ভাতের সঙ্গে রাখুন আদার চাটনি, স্বাদে ভরপুর আর বাড়বে হজম ক্ষমতাও appeared first on Uttarbanga Sambad .