Shakti Kapoor: অভিনেত্রীর ওড়না ধরে টানাটানি! রেগে আগুন শক্তির বাবা-মা, 'আপনারাই আমাকে এই মুখ'
শক্তি কাপুর বলিউডে তাঁর আইকনিক নেতিবাচক চরিত্রগুলোর জন্য আজও স্মরণীয়। তবে পর্দায় এই খলনায়ক ইমেজ গড়ে ওঠা মোটেই তাঁর বাবা-মায়ের পছন্দের ছিল না। বরং এক সময় এমন ঘটনাও ঘটেছিল, যখন ছেলের অভিনয় দেখে, তাঁরা মাঝপথেই থিয়েটার ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সম্প্রতি আলফানিয়ন স্টুডিওজকে দেওয়া এক সাক্ষাৎকারে, শক্তি কাপুর সেই স্মৃতির কথা খোলাখুলি তুলে ধরেন। তিনি জানান, তখন তাঁর দুটি বড় ছবি মুক্তি পেয়েছে এবং সদ্য রিলিজ করেছে ইনসানিয়াত কে দুশমন। গর্বের সঙ্গে তিনি বাবা-মাকে সিনেমা হলে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ছবির শুরুতেই প্রথম দৃশ্যে দেখা যায়, তিনি এক তরুণীর ওড়না টানছেন। সেই দৃশ্য দেখেই পরিস্থিতি বদলে যায়। Dev: 'আজ তারাই কাল', দেবের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র! রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা? শক্তি বলেন, “আমার বাবা সঙ্গে সঙ্গে মাকে বলেছিলেন, চলো এখান থেকে বেরিয়ে যাই। তিনি রেগে গিয়ে বলেছিলেন- ‘আগে বাইরে এসব করত, এখন বড় পর্দাতেও তাই করছে! আমি এটা দেখতে চাই না।’ এরপর বাড়ি ফিরে তারা আমাকে খুব বকাঝকা করেন। প্রশ্ন করেন, তুমি কী ধরনের চরিত্রে অভিনয় করছ? তুমি কাদের সঙ্গে এসব করছ? তারা বলতেন, হেমা মালিনী বা জিনাত আমানের মতো অভিনেত্রীর সঙ্গে ভালো মানুষের চরিত্রে অভিনয় করা উচিত, গুন্ডার ভূমিকায় নয়।” তবে বহু বছরের সংগ্রামের পর যখন শক্তি ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে শুরু করেন, তখন তিনি বাবা-মায়ের এই পরামর্শ মানতে রাজি হননি। স্পষ্ট ভাষায় তিনি তাদের জানিয়েছিলেন, “আপনারাই আমাকে জন্ম দিয়েছেন, এই মুখটাই দিয়েছেন। এই চেহারা নিয়ে কেউ আমাকে নায়ক বা ভালো মানুষের চরিত্র দিচ্ছে না।” Akshaye Khanna: অক্ষয়ের জন্য জোটেনি প্রেম! অভিনেতার ওপর বেজায় চটেছিলেন নওয়াজ? এই নেতিবাচক ইমেজের প্রভাব পড়েছিল তাঁর পরিবারেও। শক্তির মেয়ে, অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও স্বীকার করেছেন যে ছোটবেলায় বাবার খলনায়ক চরিত্র তাঁকে কষ্ট দিত। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “আমি বাবাকে চিৎকার করতাম, কেন তুমি খলনায়কের চরিত্র করছ? আমি খুব দুঃখ পেতাম। পরে মা আমাকে বোঝান, বাবা শুধু অভিনয় করছেন।” ১৯৯০-এর দশকে শক্তি কাপুর বলিউডের অন্যতম স্মরণীয় ভিলেনে পরিণত হন। আন্দাজ আপনা আপনা-র ক্রাইম মাস্টার গোগো, কুরবানি, গুন্ডা-র বুল্লার মতো চরিত্র আজও দর্শকের মনে গেঁথে রয়েছে, যা তাঁকে ভারতীয় সিনেমার ইতিহাসে এক আলাদা পরিচয় দিয়েছে।
এক যুগ পর ‘সিটি অফ জয়’কলকাতায় রবিশঙ্করকন্যা অনুষ্কা, কবে কোথায় অনুষ্ঠান?
১ ফেব্রুয়ারি গ্র্যামি পুরস্কার ঘোষণা। বিজয়ী হলে কলকাতার এই অনুষ্ঠান অন্য মাত্রা পেয়ে যাবে।
Delcy Rodriguez |মার্কিন হেপাজতে মাদুরো, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রডরিগেজ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট (Venezuela Interim President) হিসেবে নিযুক্ত হলেন সে দেশেরই ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ (Delcy Rodriguez)। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালায় আমেরিকা (US)। এরপরই মার্কিন বিশেষ বাহিনী ‘ডেল্টা ফোর্স’ দুঃসাহসিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) ও তাঁর স্ত্রী সিলিয়া […] The post Delcy Rodriguez | মার্কিন হেপাজতে মাদুরো, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রডরিগেজ appeared first on Uttarbanga Sambad .
Fenugreek Seeds Benefits: সকালে খালিপেটে খান এই বীজ, শীতকালে উপকারিতা অবাক করে দেবে
Fenugreek Seeds Benefits: আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই ওষুধের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছি। অথচ আয়ুর্বেদে এমন অনেক সহজ ঘরোয়া উপাদানের কথা বলা হয়েছে, যা নিয়মিত সেবন করলে শরীর সুস্থ রাখতে সাহায্য করে। মেথি বীজ তেমনই একটি প্রাকৃতিক উপাদান, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে। সকালে খালি পেটে মেথি বীজ খাওয়ার অভ্যাস শরীরের একাধিক সমস্যায় উপকার করতে পারে বলে মনে করেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ আচার্য বালকৃষ্ণ। আরও পড়ুন- প্রতিদিন সকালে পালং শাকের রস খেলেই কি পেটের চর্বি গলবে? জানুন ১৫ দিনে আপনার কী হতে পারে! মেথি বীজ শুধু রান্নার স্বাদ বাড়ানোর উপাদান নয়, এটি একটি শক্তিশালী আয়ুর্বেদিক ওষুধ হিসেবেও পরিচিত। এতে থাকা ফাইবার, খনিজ ও উদ্ভিজ্জ উপাদান শরীরের ভেতর থেকে কাজ করে। সকালে খালি পেটে মেথি বীজ খেলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং দিনের শুরুতেই শরীর প্রয়োজনীয় শক্তি পায়। আরও পড়ুন- পৌষ পূর্ণিমার পবিত্র স্নানে প্রয়াগরাজে শুরু মাঘ মেলা, লক্ষাধিক ভক্তের ঢল! আচার্য বালকৃষ্ণের মতে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য মেথি বীজ বিশেষভাবে উপকারী। প্রতিদিন চার থেকে পাঁচ গ্রাম মেথি বীজ সারারাত জলে ভিজিয়ে রেখে পরদিন সকালে খালি পেটে চিবিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এই অভ্যাস হজম শক্তিও উন্নত করে এবং অন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়। আরও পড়ুন- রান্নাঘরের এই উপাদানেই ঘরে চিরকাল থাকবে মনভোলানো সুগন্ধ বাত বা আর্থ্রাইটিসের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্যও মেথি বীজ উপকারী বলে মনে করা হয়। ভেজানো মেথি বীজ শরীরে অতিরিক্ত তাপ তৈরি না করে ধীরে ধীরে কাজ করে। আচার্য বালকৃষ্ণ জানান, আয়ুর্বেদে আর্থ্রাইটিসে আক্রান্ত রোগীদের মেথি লাড্ডু খাওয়ানোর কথাও বলা হয়েছে, যা শরীরের ব্যথা ও শক্তভাব কমাতে সাহায্য করে। আরও পড়ুন- শীতকালে কখন ও কীভাবে পান করবেন লেবু জল? মিলবে সর্বোচ্চ উপকার পেটের সংক্রমণ ও নারীদের বিশেষ কিছু শারীরিক সমস্যায়ও মেথি বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মেথি ও জোয়ান দিয়ে তৈরি ক্বাথ পেটের সংক্রমণ ও প্রদাহ কমাতে সহায়ক বলে আয়ুর্বেদে উল্লেখ আছে। প্রসবের পর শরীর দ্রুত সুস্থ করতে এবং ডিম্বাশয় বা জরায়ু সংক্রান্ত অস্বস্তিতে মেথি জল পান করার পরামর্শ দেওয়া হয়। সর্দি, কাশি বা ফ্লু হলে অঙ্কুরিত মেথি বীজ খাওয়া উপকারী হতে পারে। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে মেথি সাহায্য করে বলে আয়ুর্বেদিক ধারণা রয়েছে। অল্প পরিমাণে মেথি বীজ নিয়মিত খাদ্যতালিকায় রাখলে ঠান্ডাজনিত সমস্যা কিছুটা হলেও কমতে পারে। হজমের সমস্যা যাদের নিত্যদিনের সঙ্গী, তাদের জন্য দুধের সঙ্গে মেথি বীজের গুঁড়ো খাওয়া উপকারী হতে পারে। মেথি বীজ হালকা ভেজে গুঁড়ো করে অল্প দুধের সঙ্গে মিশিয়ে খেলে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা কমতে পারে। আচার্য বালকৃষ্ণ কফির পরিবর্তে দুধের সঙ্গে মেথি গুঁড়ো খাওয়ার পরামর্শ দেন। যাদের দুধ হজমে সমস্যা হয়, তারা এই পদ্ধতিতে দুধ পান করলে উপকার পেতে পারেন। মাথাব্যথা বা মাইগ্রেনের সমস্যায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রেও মেথি বীজ উপকারী হতে পারে। সারারাত ভিজিয়ে রাখা মেথি বীজ বা সেই জল সকালে খালি পেটে পান করলে কফ ও বাতজনিত মাথাব্যথা কমতে পারে বলে আয়ুর্বেদে বিশ্বাস করা হয়। সতর্কতা সব মিলিয়ে বলা যায়, সকালে খালি পেটে মেথি বীজ খাওয়ার অভ্যাস শরীরের জন্য বহুমুখী উপকার নিয়ে আসতে পারে। তবে যে কোনও দীর্ঘস্থায়ী রোগ বা বিশেষ শারীরিক অবস্থায় এই ধরনের ঘরোয়া উপায় গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।
২০ লোকাল বাতিল হাওড়ায়, তিন দিনব্যাপী ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা
ফুটঅভার ব্রিজ এবং সাবওয়ের মত কাজের জন্য দরকার পাওয়ার ব্লক।
পূর্ব ভারতে এই প্রথমবার ‘এন্ডোভাসকুলার রিপেয়ার’ পদ্ধতিতে অসম্ভবকে সম্ভব করল কলকাতার ডিসান
১৬ বছরের কিশোরীর জটিল হার্ট সার্জারিতে মিলল নজরকাড়া সাফল্য।
পাত্র চাই আলিপুরদুয়ার, কায়স্থ, পিতা-Ex. Rly. Officer, 32/5′-1″, B.Com.(H), সুশ্রী কন্যার জন্য প্রতিষ্ঠিত পাত্র কাম্য। ম্যাট্রিমনি নিষ্প্রয়োজন। (M) 7797459196 (5 P.M. – 10 P.M.). পাত্রী চাই অবিবাহিত, 44 বছরের, দাবিহীন, নেশাহীন পাত্রের জন্য 36 বছরের মধ্যে ঘরোয়া পাত্রী চাই। 9635413565. The post Matrimonial | পাত্র পাত্রী appeared first on Uttarbanga Sambad .
উত্তরে বৃষ্টি, তুষারপাত! দক্ষিণবঙ্গে আপাতত উধাও কনকনে ঠান্ডা, জেলাজুড়ে কুয়াশার দাপট
কলকাতার আবহাওয়া আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা একই রকম থাকবে।
মনোনয়নপত্র বৈধ তারেক রহমানের, বাতিল তাসনিম জারার
খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তাঁর মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
Bula Chowdhury: মাত্র ৫ মাসে ২ বার! ফের পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে চুরি, প্রশ্নের মুখে নিরাপত্তা
Bula Chowdhury:মাত্র ৫ মাসে ২ বার। ফের চুরির ঘটনা ঘটল পদ্মশ্রী বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে। শনিবার অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তি বাড়িতে প্রবেশ করে দেদার লুটপাট চালায় বলে অভিযোগ। গত পাঁচ মাসে এই নিয়ে দ্বিতীয় বারের জন্য বুলার বাড়িতে চুরির ঘটনা ঘটল। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে নিরাপত্তায়। এর আগে বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটে গত বছরের ১৫ আগস্ট, যখন কিংবদন্তি সাঁতারু বুলা চৌধুরীর অনেক মেডেল ও পুরস্কার চুরি হয়েছিল। জানা গিয়েছে, শনিবার তিনি ভাইয়ের বাড়িতে একটি পুজোয় অংশ নিতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পর দেখেন, তাঁর বাড়ির তালা এবং একটি লোহার জানালার গ্রিলও ভেঙে ফেলা হয়েছে। বুলা চৌধুরী বলেন, “আগের চুরির পর থেকে বাড়িতে রাতের পালা দিয়ে নিরাপত্তা রক্ষীরা থাকছে। তারপরও কীভাবে আবার বাড়িতে চুরি হলো, তা আমি বুঝতে পারছি না।” এই মর্মে উত্তরপাড়া থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। নিরাপত্তা থাকা সত্ত্বেও চোররা কীভাবে বাড়িতে প্রবেশ করে লুটপাট চালালো এটাই ভাবাচ্ছে পুলিশ কর্তাদের। উল্লেখ্য, আগস্টের চুরিতে তার ২৯০টির বেশি মেডেল উদ্ধার হয়েছিল এবং দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকালের ঘটনা প্রসঙ্গে বুলা চৌধুরী বলেন, “আমি খুবই মর্মাহত এবং এখন আমার বাড়িতে ঢুকতেও কষ্ট হচ্ছে।” 'ট্রাম্প করে দেখাল, আপনি ২৬/১১-এর মাস্টারমাইণ্ডকে ধরতে পারলেন না', মোদীকে নিশানা ওয়াইসির
বিশ্বকাপে ভারতে দল পাঠাতে নারাজ বাংলাদেশ, পালটা কী বলল বিসিসিআই?
ভারতের বদলে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ।
BJP: মোরাম রাস্তাতেও দুর্নীতি? তৃণমূল নয়, ভোটের আগে উত্তরবঙ্গে বেকায়দায় বিজেপি
BJP in North Bengal: রাজ্যজুড়ে ওঠা বিভিন্ন দুর্নীতির ইস্যুতে যখন লাগাতার তৃণমূলকে বিঁধছে বিজেপি তখন যেন উলটপুরান হলদিবাড়িতে। বিজেপির হাতে রয়েছে ১৪ আসনের পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও তৃণমূল উভয়েই ৭টি করে আসন পায়। পরে টসে জিতে বিজেপি বোর্ড গড়ে। এখানেই ঘটেছে এ ঘটনা।
Career Horoscope 2026: কেউ ভাবছেন নতুন চাকরি বদলাবেন, কেউ বা দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে পদোন্নতির আশায় দিন গুনছেন। তবে জ্যোতিষ মতে, শুধু পরিশ্রম নয়, গ্রহের অবস্থানও কর্মজীবনের সাফল্যে বড় ভূমিকা পালন করে। রাশিফল অনুযায়ী নতুন বছরে কোন রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে এগিয়ে থাকবেন, আর কারা পড়তে পারেন সমস্যায়, তা জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। মেষ মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৬ সাল মোটের ওপর ইতিবাচক। কর্মক্ষেত্রে অধিপতির অবস্থান বড় কোনও পরিবর্তন না ঘটালেও বছরের শুরুতে এবং শেষ দিকে সামান্য চাপ অনুভূত হতে পারে। তবে জুন মাসে বৃহস্পতির রাশি পরিবর্তনের পর থেকে নভেম্বর পর্যন্ত সময়টা মেষ রাশির জন্য অত্যন্ত শুভ। নতুন চাকরির সুযোগ, দায়িত্ব বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা এই সময় প্রবল। আরও পড়ুন- আত্মবিশ্বাসের অভাবে হাতছাড়া হচ্ছে পরপর সুযোগ? কিন্তু-কিন্তু ভাব কাটাতে মানুন শাস্ত্রসম্মত উপায়! বৃষ বৃষ রাশির ক্ষেত্রে বছরের প্রথম ভাগ তুলনামূলকভাবে ভালো কাটবে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কর্মক্ষেত্রে সাফল্য মিললেও, রাহুর প্রভাবে পরবর্তী সময় কিছু ভুল বোঝাবুঝি বা অফিস পলিটিক্স দেখা দিতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানতা জরুরি। আরও পড়ুন- ঘড়ির কাঁটায় রাত কাবার হলেও ঘুমোন না? রাত জেগে এই তিন কাজ করলে রুষ্ট হন রাহু-কেতু-শনি! মিথুন মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৬-এর প্রথম কয়েক মাস কিছুটা ধৈর্যের পরীক্ষা নেবে। জানুয়ারি থেকে মে পর্যন্ত ছোটখাটো বাধা এলেও জুন মাস থেকে পরিস্থিতি দ্রুত বদলাবে। বছরের দ্বিতীয়ার্ধে কাজের স্বীকৃতি ও স্থায়িত্ব আসবে। আরও পড়ুন- হাসিতেই নাকি ধরা পড়ে আপনার গোপন চরিত্র! জানুন, কী বলছেন জ্যোতিষী! কর্কট কর্কট রাশির কর্মজীবনে এপ্রিল ও মে মাস একটু চাপের হতে পারে। তবে এই সময় পার করলেই বছরের বাকি অংশে উন্নতির পথ খুলে যাবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখাই সাফল্যের চাবিকাঠি। আরও পড়ুন- শীতকালে কখন ও কীভাবে পান করবেন লেবু জল? মিলবে সর্বোচ্চ উপকার সিংহ সিংহ রাশির জাতক-জাতিকাদের শনির দৃষ্টি কর্মক্ষেত্রে কিছুটা সংযম শেখাবে। বৃহস্পতির বক্রগতির ফলে জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত ভালো ফল মিললেও, পরবর্তী সময় মিশ্র অভিজ্ঞতা মিলতে পারে। অহংকার এড়িয়ে চললে লাভ হবে। কন্যা কন্যা রাশির জন্য ২০২৬ সালের প্রথম পাঁচ মাস অত্যন্ত শুভ। বৃহস্পতির অবস্থানের কারণে চাকরিতে স্থায়িত্ব, পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে। মে মাসের পর ফল কিছুটা ওঠানামা করতে পারে। তুলা তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য বছরের শুরুটা কঠিন। জানুয়ারি থেকে মে পর্যন্ত কর্মক্ষেত্রে বাধা এলেও জুন মাসের পর ভাগ্য ঘুরবে। নতুন চাকরি বা বড় প্রজেক্টে সাফল্য আসতে পারে। বৃশ্চিক বৃশ্চিক রাশির কর্মভাগ্যে কেতুর প্রভাব বছরের বেশির ভাগ সময় থাকবে। ফলে সিদ্ধান্তে ভুল, অস্থিরতা বা পেশাগত হতাশা দেখা দিতে পারে। বিশেষ করে বছরের শেষ মাসের আগে পর্যন্ত সাবধান থাকা জরুরি। ধনু ধনু রাশির ক্ষেত্রে শনি কর্মক্ষেত্রে ধীরগতির ইঙ্গিত দিচ্ছে। উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে রাখাই বুদ্ধিমানের কাজ। স্থিরতা বজায় রাখলে ভবিষ্যতে সুফল মিলবে। মকর মকর রাশির জাতক-জাতিকারা জানুয়ারি থেকে মে পর্যন্ত ভালো ফল পেলেও, বছরের পরের অংশে মিশ্র পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ধৈর্যই সাফল্যের মূল। কুম্ভ কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তন বড় টার্নিং পয়েন্ট। মে মাসের পর থেকে কর্মক্ষেত্রে উন্নতি, সম্মান ও সুযোগ বাড়বে। মীন মীন রাশির জাতক-জাতিকারা বছরের শুরুতে শুভ ফল পেলেও, পরবর্তী সময়ে কিছু অনিশ্চয়তা দেখা দিতে পারে। পরিকল্পনা বদলাতে হতে পারে, তবে হতাশ না হওয়াই ভালো। সবশেষে মনে রাখতে হবে, জন্মছক, মহাদশা ও অন্তঃদশা অনুযায়ী ফলের তারতম্য হতেই পারে। তবে প্রস্তুত থাকলে নতুন বছর কর্মজীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে।
'ট্রাম্প করে দেখাল, আপনি ২৬/১১-এর মাস্টারমাইণ্ডকে ধরতে পারলেন না', মোদীকে নিশানা ওয়াইসির
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করেছে ট্রাম্প সরকার। এরপর অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি কেন্দ্রীয় সরকারকে তীব্র সমালোচনা করে বলেছেন, “আজ আমরা শুনেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশ থেকে ধরে আমেরিকায় নিয়ে গেছে। যদি মার্কিন প্রেসিডেন্ট এমন এক দুঃসাহসিক কাজ করতে পারেন, তাহলে ভারতের প্রধানমন্ত্রী কেন পাকিস্তানে অভিযান চালিয়ে ২৬/১১ জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারীকে দেশে ফিরিয়ে আনতে পারছেন না।” #WATCH | Mumbai | AIMIM chief Asaduddin Owaisi said, Today we heard that US President Donald Trump's forces captured Venezuelan President Nicolas Maduro and took him from his country to America. If US President Donald Trump can abduct Venezuelan President Nicolas Maduro from his… pic.twitter.com/OTLyZJ4goK — ANI (@ANI) January 3, 2026 এদিকে ভেনেজুয়েলার এই ঘটনার পর ভারতের বিদেশ মন্ত্রক শনিবার রাতে (৩ জানুয়ারি, ২০২৬) দেশের নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে সেখানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো উচিত। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “ভেনিজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের সেখানে সমস্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। যারা ইতিমধ্যেই ভেনেজুয়েলায় অবস্থান করছেন, তাদেরকে চরম সতর্কতা অবলম্বন করতে, চলাচল সীমিত করতে এবং কারাকাসে ভারতীয় দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।” ভেনেজুয়েলায় প্রায় ৫০ জন অনাবাসী ভারতীয় (এনআরআই) এবং ৩০ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বসবাস করেন। মার্কিন হামলার পর সেদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করেছে। পাশাপাশি, রাশিয়া ও চিনসহ কয়েকটি প্রধান দেশ মাদুরো এবং তার স্ত্রীর গ্রেপ্তারের জন্য ওয়াশিংটনের সমালোচনা করেছে। মমতাকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু, ২০ হাজারের বেশি ভোটে হারানোর হুঙ্কার
ভেঙেছে কোটি টাকার স্বপ্ন, KKR তাড়িয়ে দিতেই অভিমানের সুর মুস্তাফিজের গলায়
Mustafizur Rahman: ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্টের আগে বড়সড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) নির্দেশ মেনে তারা বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছে। গত কয়েকদিন ধরেই মুস্তাফিজুরকে নিয়ে বিতর্কের জাল বোনা শুরু হয়েছিল। এই পরিস্থিতিতে ২০২৬ আইপিএল টুর্নামেন্টের আগেই বড় সিদ্ধান্ত গ্রহণ করল বিসিসিআই। ইতিমধ্যে বাংলাদেশের এই তারকা পেস বোলারকে রিলিজ করেও দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অবশেষে এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন খোদ মুস্তাফিজ। 'সনাতনী হিন্দুত্বের জয়...', মুস্তাফিজ়কে ছাঁটতেই হুঙ্কার প্রভাবশালী BJP নেতার প্রথম প্রতিক্রিয়া দিলেন মুস্তাফিজ আগামী মরশুম শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। এরপর বাংলাদেশ ক্রিকেট ওয়েবসাইট বিডিক্রিকটাইম-কে এই ব্যাপারে নিজের প্রতিক্রিয়া দিলেন মুস্তাফিজ। বললেন, 'যদি আপনাকে দল থেকে বের করে দেওয়া হয়, তাহলে কীই বা আর করার থাকতে পারে।' মুস্তাফিজ়ুরকে তাড়াতেই রেগে আগুন ইমাম অ্যাসোসিয়েশন, 'বিষোদগার' BCCI-এর বিরুদ্ধে ! ২০২৬ আইপিএল মিনি অকশনে কেকেআর ৯.২ কোটি টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল। তবে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার পর নাইটদের বোলিং ডিপার্টমেন্ট কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছে। কারণ, মুস্তাফিজুর ইতিমধ্যে বেশ কয়েকটা আইপিএল দলের হয়ে খেলে গিয়েছেন। সেকারণে তাঁর অভিজ্ঞতার ভান্ডার যথেষ্ট পরিপূর্ণ। Mustafizur Rahman KKR Controversy: মুস্তাফিজ়ুরকে ছেড়ে দিলে ৯.২০ কোটি টাকা ফেরত পাবে কেকেআর? জেনে নিন IPL-এর নিয়ম উঠতে শুরু করে বিতর্কের ঝড় মুস্তাফিজুর রহমানকে নিয়ে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। বিশেষ করে রাজনৈতিক নেতা এবং ধর্মীয় গুরুরা এই প্রতিবাদে সবচেয়ে বেশি শামিল হয়েছিলেন। একথা অনস্বীকার্য, সাম্প্রতিককালে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সেখানে মুস্তাফিজুরকে যদি কোটি কোটি টাকা দিয়ে ভারতে নিয়ে আসা হয়, তাহলে সেটা নিয়ে বিতর্ক তো হবেই। এমনকী, কলকাতা নাইট রাইডার্স দলের সহ মালিক শাহরুখ খানকেও তোপের মুখে পড়তে হয়েছে। KKR to Release Mustafizur Rahman: পাকিস্তানের পর এবার IPL-য়ে 'বয়কট' বাংলাদেশও! কী বলছে বিসিসিআই? উল্লেখ্য, আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। এখনও পর্যন্ত ৬০ আইপিএল ম্যাচে তিনি মোট ৬৫ উইকেট শিকার করেছেন। আইপিএল টুর্নামেন্টের নিলাম ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টাকাও পেয়েছিলেন তিনি। ডেথ ওভারে মুস্তাফিজুর বরাবরই ভয়ঙ্কর হয়ে ওঠেন। লাইন-লেংথের পাশাপাশি সুইং বোলিংয়ে বিপক্ষ ব্যাটারদের চাপে রাখেন। আর সে কারণেই নিলাম অনুষ্ঠানে এত বেশি টাকা খরচ করে মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
Dilip Ghosh: ‘ক্যামেরার সামনে কথা বলব না’, হঠাৎ কেন ‘মুখ বন্ধ’ দিলীপ ঘোষের?
BJP Leader Dilip Ghosh: বিজেপিতে মেদিনীপুরের প্রাক্তন সংসদ সদস্যের আবারও সক্রিয় হওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল বুধবারের শাহের বৈঠকে দিলীপের উপস্থিতি। সেই বৈঠকেও অহেতুক মন্তব্য করা থেকে দলীয় নেতা, জনপ্রতিনিধিদের বিরত থাকতে বলেছিলেন অমিত শাহ। তার ২৪ ঘণ্টার মধ্যেই দিলীপের বেফাঁস মন্তব্য ভাল ভাবে নেননি অমিত শাহ।
TMC |ভোটের মুখে ‘মৌসম’ বদল: উদ্বেগে কি ঘাসফুল?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের দুপুরে মালদার রাজনীতিতে আচমকা বজ্রপাত! শনিবার দুপুরে যখন খবরটা এল যে রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর বা ‘গনি খানের ঘরের মেয়ে’ ফের কংগ্রেসে ফিরছেন, তখন উত্তরবঙ্গের রাজনৈতিক তাপমাত্রা একলাফে কয়েক ডিগ্রি বেড়ে গেল। কেবল দলবদল নয়, এই ঘটনা ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ‘সংখ্যালঘু ভোটব্যাংক’ বা ‘গেমপ্ল্যান’-এ এক বড়সড়ো […] The post TMC | ভোটের মুখে ‘মৌসম’ বদল: উদ্বেগে কি ঘাসফুল? appeared first on Uttarbanga Sambad .
‘লাইটস, ক্যামেরা, অ্যাকশন’, শুরু উইনডোজের ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ছবির শুটিং, লোকেশনেই আসল চমক
কোথায় হচ্ছে ছবির শুটিং?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক দুঃসাহসিক সামরিক অভিযান চালিয়ে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে (Nicolas Maduro) বন্দি করেছে মার্কিন সেনা (Venezuela Operation)। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিজেই ট্রুথ সোশ্যালে একথা নিশ্চিত করেছেন। আমেরিকার এই পদক্ষেপ একেবারেই অপ্রত্যাশিত ছিল। তবে সূত্রের খবর, সাম্প্রতিক সময়ের অন্যতম জটিল এই মার্কিন অভিযানের প্রস্তুতি কয়েক মাস ধরেই […] The post Venezuela Operation | ‘অত্যন্ত সুরক্ষিত’ দুর্গ থেকে কীভাবে বন্দি সস্ত্রীক মাদুরো? ভেনেজুয়েলায় দুঃসাহসিক অভিযানের বর্ণনা ট্রাম্পের appeared first on Uttarbanga Sambad .
Govinda: হাসপাতালে ছিল ২০০ পুলিশ! গোবিন্দার দুর্ঘটনার দিন কী ঘটেছিল? বড় সত্য প্রকাশ্যে..
২০২৪ সালে, এক অপ্রত্যাশিত দুর্ঘটনায় নিজেকেই গুলি করে, আহত হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা। খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত, দ্রুত চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনার বেশ কিছুদিন পর এবার সেই দিনের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তাঁর ভাগ্নি, অভিনেত্রী রাগিনী খান্না। উল্লেখ্য, রাগিনী গোবিন্দার বোন কামিনী খান্নার মেয়ে। এক সাক্ষাৎকারে রাগিনী জানান, ঘটনার খবর প্রথমে তাঁকে ফোন করে জানান তাঁর মা। তাঁর কথায়, মা আমাকে বলেছিলেন যে চিচি মামার গুলি লেগেছে। প্রথমে আমরা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর মা-ই জানালেন যে ঘটনাটি আসলে আত্মঘটিত। তিনি দুর্ঘটনাবশত নিজেকে গুলি করেছেন। এই খবরে তিনি প্রবলভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। সেই কারণেই সঙ্গে সঙ্গে হাসপাতালে না গিয়ে, কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, “মা আর ভাই সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম, তৎক্ষণাৎ গেলে হয়তো আমার আবেগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তাই প্রায় তিন ঘণ্টা পরে হাসপাতালে যাই।” Dev-Subhashree: নতুন বছরেই ধুমকেতুর মত উড়ে এল সারপ্রাইজ, দেব-শুভশ্রী একসঙ্গে দিলেন বড় খবর অনেক ভক্তই গোটা ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন- আসলেই কি এটি দুর্ঘটনা ছিল? এই প্রশ্নের জবাবে, রাগিনী স্পষ্টভাবে পুলিশের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, হাসপাতালে প্রায় ২০০ জন পুলিশ উপস্থিত ছিলেন এবং গোবিন্দার বাড়ির বাইরেও প্রায় ৫০ জন পুলিশ তদন্তে যুক্ত ছিলেন। “যদি ঘটনাটি সত্য না হতো, তাহলে এত বড় নিরাপত্তা ও তদন্ত এড়ানো সম্ভব ছিল না। পুলিশের ওপর আমার পূর্ণ আস্থা ছিল। তারা যথাযথ তদন্ত করেছে এবং সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছেছে,” এমনটাই বলেন তিনি। রাগিনী আরও জানান, এক মাসের মধ্যেই গোবিন্দা নিজের পায়ে দাঁড়াতে শুরু করেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফেরেন। বোনের বাগদানে আবেগঘন কৃতি শ্যানন, স্টেবিন-নূপুরের ছবি ঝড় তুলল নেটদুনিয়ায় ঘটনার পর গোবিন্দা নিজেও, সাংবাদিক সম্মেলনে সেই ভয়াবহ মুহূর্তের কথা জানান। তিনি বলেন, ভোরবেলা কলকাতার উদ্দেশে শো-তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় বন্দুকটি পড়ে গিয়ে হঠাৎ মিসফায়ার হয়। তাঁর কথায়, একটা ঝাঁকুনি অনুভব করলাম, তারপর দেখলাম রক্ত বেরোচ্ছে। লোডেড বন্দুক রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে গোবিন্দা স্বীকার করেন, তাঁর স্বভাব কিছুটা নিশ্চিন্ত ও বেপরোয়া। তিনি বলেন, “আমি ভাবতেই পারিনি এমন কিছু ঘটতে পারে। কিন্তু এই ঘটনা থেকে একটা বড় শিক্ষা পেয়েছি- সতর্কতা ভীষণ জরুরি।” একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা থেকে অন্যরা শিক্ষা নেবেন এবং এমন দুর্ঘটনা আর কারও জীবনে না ঘটুক।
‘কারও দাসত্ব করব না’, মাদুরোর আসনে বসেই ট্রাম্পকে তোপ ডেলসি রডরিগেজের
কী জানালেন তিনি?
দক্ষিণ ২৪ পরগনায় ভোটার তালিকা সংক্রান্ত শুনানি শিবির পরিদর্শনের সময় পর্যবেক্ষকের কাজে বাধা দেওয়ার অভিযোগে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। রাজ্যের পুলিশের ডিজিপি রাজীব কুমারকে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। সেদিনের ঘটনার বিষয়ে নেওয়া পদক্ষেপের বিষয়ে বিস্তারিত রিপোর্ট আগামী ৬ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ। রাত থেকে খেলা শুরু, সাময়িক বিরতি কাটিয়ে দুর্দান্ত ফর্মে শীত, কলকাতায় ফের জমাটি ঠান্ডা, পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, গত সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় সি. মুরুগনের সফরের সময় যে ঘটনাগুলি ঘটেছে, তা “গুরুতর ও উদ্বেগজনক”। কমিশনের মতে, ওই ঘটনাগুলি পুলিশ প্রশাসনের বড়সড় গাফিলতিরই ইঙ্গিত। সূত্রের খবর, ২৯ ডিসেম্বর মুরুগন ডায়মন্ড হারবার মহকুমার মগরাহাট ১ ও ২ ব্লক এবং কুলপিতে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) সংক্রান্ত শুনানি শিবির পরিদর্শনে যান। এই এলাকাগুলি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। ফের রাজ্যে SIR-এর জেরে মৃত্যু BLO-র! শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে রিষড়ায় প্রবীণের মৃত্যতে তোলপাড় নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওই দিন পর্যবেক্ষকের সফরের সময় স্লোগান দেওয়া, জমায়েত, সরকারি কাজে বাধা সৃষ্টি এবং পর্যবেক্ষকের গাড়িতে ভাঙচুরের মতো ঘটনা ঘটে। পরে ২৯ ডিসেম্বরই ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। কমিশনের মতে, এই সব ঘটনাই পুলিশের দায়িত্ব পালনে গুরুতর ব্যর্থতার প্রমাণ। কমিশন আরও জানিয়েছে, পর্যবেক্ষক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের রিপোর্ট থেকে স্পষ্ট, সফরের আগে সংশ্লিষ্ট এসডিও ও এসপিকে জানানো হলেও পর্যবেক্ষকের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়নি। সংবেদনশীল এলাকা দিয়ে তাঁকে কার্যত পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই যাতায়াত করতে হয়েছে। দীপু চন্দ্র দাসের পর ফের হিন্দু যুবকের গায়ে আগুন, মৃত্যুতে প্রশ্নের মুখে ইউনূস, কড়া নিন্দা বঙ্গ বিজেপির নির্বাচন কমিশনের চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, “এই গাফিলতিকে কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে।” তাই ঘটনার প্রেক্ষিতে কী কী পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে, পরবর্তী ব্যবস্থা কী এবং দায়িত্ব নির্ধারণে কী পদক্ষেপ করা হয়েছে সব মিলিয়ে একটি বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) আগামী মঙ্গলবার, ৬ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে কমিশনের কাছে জমা দিতে হবে। এছাড়াও কমিশন নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে পশ্চিমবঙ্গে নির্বাচনী বা বিশেষ ভোটার তালিকা পর্যবেক্ষকদের ফিল্ড ভিজিটের সময় তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে পর্যাপ্ত বাহিনী নিয়ে সঙ্গে থাকতে হবে। রাজ্য প্রশাসনের অন্দরে অনেকেরই ধারণা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩১ ডিসেম্বর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পরই নির্বাচন কমিশনের এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ। তৃণমূলের 'উন্নয়নের পাঁচালীর' পাল্টা এবার 'চোরেদের পাঁচালী', বিরাট ঘোষণায় রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেললেন শুভেন্দু
টিকিট ‘নিশ্চিত’বুঝেই কংগ্রেসে মৌসম, প্রভাব পড়বে না বলছে তৃণমূল
২০১৯ সাল থেকে সাত বছর গনির কোতোয়ালি কার্যত দু'ভাগে বিভক্ত ছিল!
Kolkata News Live Updates: টানা কয়েক দিনের শীতের দাপটের পর শনিবার কলকাতায় শীত থেকে সাময়িক স্বস্তি মিলেছে। রবিবার ছুটির সকালে গোটা বাংলায় শীতের আমেজ বজায় থাকলেও আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে সেই সঙ্গে কুয়াশার দাপটও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের প্রায় সমান। এর আগে পরপর পাঁচ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই ছিল। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন সোমবার থেকেই ফের তাপমাত্রা নামতে শুরু করবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৭ ডিগ্রি কম। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আরও একদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে আগামী সপ্তাহের শুরু থেকেই ফের নিম্নমুখী হবে পারদ। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এর আগে গত রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় মাত্র ০.২ ডিগ্রি বেশি। এরপর থেকেই টানা কয়েক দিন দফায় দফায় পারদ নেমে গিয়েছিল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতের এই ছন্দপতন। সোমবারের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে এবং ফের উত্তরের হাওয়া সক্রিয় হবে। এর জেরে সোমবার থেকে বুধবারের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। যদিও প্রবল শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে শীতের কামড় যথেষ্টই অনুভূত হবে। উল্লেখ্য, চলতি শীতে ইতিমধ্যেই তাপমাত্রার বড় পতন দেখা গেছে। নববর্ষের আগের রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা এই মরসুমের সর্বনিম্ন। ১ জানুয়ারি পারদ ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১৫ বছরে সবচেয়ে ঠান্ডা নববর্ষের দিন হিসেবে নথিভুক্ত হয়েছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে ১৩.১ ডিগ্রি হলেও তা তখনও স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম ছিল। শনিবার সামান্য উষ্ণতা বাড়লেও, জানুয়ারির প্রথমার্ধ জুড়ে কলকাতায় শীতের প্রভাব বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বীরভূম ও সংলগ্ন কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও কুয়াশার দাপট বজায় থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পং সহ চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি সান্দাকফু-সহ উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। পাহাড়ি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, আর সমতলের জেলাগুলিতে তা ৯ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। মমতাকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু, ২০ হাজারের বেশি ভোটে হারানোর হুঙ্কার
মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ‘বদলা’, বিশ্বকাপে দল পাঠাতে নারাজ বাংলাদেশ, আইসিসিকে চিঠি বিসিবির
ভারতকে চাপে ফেলতে গিয়ে পালটা নিজেরা ফাঁসবে না তো বাংলাদেশ?
মমতাকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু, ২০ হাজারের বেশি ভোটে হারানোর হুঙ্কার
Kolkata News Updates: আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিই রাজ্যে ক্ষমতায় আসবে, এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘হিন্দুবিরোধী’ ভোটের প্রায় ৬ শতাংশ বিজেপির দিকে এলেই রাজ্যে বিজেপি সরকার গঠন সম্ভব। শুভেন্দু অধিকারীর বক্তব্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোটের হার ছিল প্রায় ৩৯ শতাংশ। বিধানসভা নির্বাচনে জিততে হলে আরও অন্তত ৬ শতাংশ ভোট প্রয়োজন। তাঁর দাবি, এই অতিরিক্ত ভোট আসতে পারে সেই হিন্দু ভোটারদের কাছ থেকে, যাঁরা ২০২৪ সালের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। এদিনের সভায় শুভেন্দু অধিকারী আরও বলেন, ২০২৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফের নন্দীগ্রাম থেকে প্রার্থী হন, তবে তাঁকে আরও বড় ব্যবধানে পরাজিত করবেন। তিনি বলেন, “২০২১ সালে আমি তাঁকে দু’হাজারেরও কম ভোটে হারিয়েছিলাম। এবার তিনি নন্দীগ্রাম থেকে দাঁড়ালে অন্তত ২০ হাজার ভোটের ব্যবধানে তাঁকে হারাব।”উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পদে আসীন হন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে ফেরেন। এদিন শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, রাজ্যের এক বড় অংশের মুসলিম ভোটারও তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে চাইছেন। তাঁর কথায়, “বিজেপি ক্ষমতায় এলে প্রকৃত ভারতীয় মুসলমানদের কোনও ভয়ের কারণ নেই। বরং আর্থিকভাবে পিছিয়ে থাকা মুসলমান সমাজ সবচেয়ে বেশি উপকৃত হবে। আমি কখনও বলি না যে আমরা মুসলিম ভোট চাই না। কিন্তু বাস্তব হল, বিজেপি মুসলিম ভোট পায় না। ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচন হোক বা ২০২১ সালের বিধানসভা নির্বাচন প্রতিটি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে বিজেপি মুসলিম ভোট পেয়েছে এক শতাংশেরও কম।” পশ্চিমবঙ্গকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। কোচবিহার জেলায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই প্রচেষ্টা কখনওই সফল হবে না। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মিঠুন চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য অত্যন্ত আপত্তিজনক। তাঁর কথায়, “এটা কোনও আলাদা দেশ নয়। মুখ্যমন্ত্রী যেভাবে বলেছিলেন, কলকাতায় হোটেল থেকে অমিত শাহকে বেরোতে দেওয়া হয়েছে, এতে মনে হয় তিনি পশ্চিমবঙ্গকে অন্য কোনও দেশ ভাবছেন।” নিজের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রসঙ্গ টেনে এনে মিঠুন চক্রবর্তী দাবি করেন, কাশ্মীরি পণ্ডিতদের যেভাবে উপত্যকা ছাড়তে বাধ্য করা হয়েছিল, তেমনই পরিস্থিতি তৈরির চেষ্টা বাংলাতেও হচ্ছে। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানানোর চক্রান্ত চলছে। তিনি বলেন, দেবীর প্রশংসায় গান গাওয়ায় শিল্পী লগ্নাজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনাও সেই মানসিকতারই প্রতিফলন। মিঠুন চক্রবর্তী বলেন, “ওরা ভাবতে পারে যে বাংলা বাংলাদেশ হয়ে গেছে। কিন্তু সেই দিন কোনও দিন আসবে না। যতদিন মিঠুন চক্রবর্তীর শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন এই রাজ্য বাংলাদেশ হবে না।” তিনি আরও বলেন, বিজেপি সংবিধানে বিশ্বাস করে বলেই এখনও সংযম বজায় রাখছে। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে মিঠুন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গে শিল্প, কলকারখানা, কর্মসংস্থান কিংবা পরিকাঠামোগত স্বাস্থ্যব্যবস্থা কিছুই নেই। তাঁর অভিযোগ, “এই রাজ্যে দুর্নীতি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।”
'যখন হিন্দুদের হত্যা করা হয়...', মুস্তাফিজুর বিতর্কে ঘি ঢাললেন প্রাক্তন KKR তারকা
Mustafizur Rahman: ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট খেলতে পারবেন না বাংলাদেশের তারকা পেজ বোলার মুস্তাফিজুর রহমান। শনিবার (৩ জানুয়ারি) থেকেই ব্যাপারটা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। এবার সেই বিতর্কের আগুনে কার্যত ঘি ঢাললেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। বাংলা ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, বিসিসিআই যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাতে কোনও ভুল নেই। এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত। তবে আরও আগে গ্রহণ করা উচিত ছিল। 'সনাতনী হিন্দুত্বের জয়...', মুস্তাফিজ়কে ছাঁটতেই হুঙ্কার প্রভাবশালী BJP নেতার মনোজ বললেন, ' আমি বিশ্বাস করি, এটা একেবারে সঠিক সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তটা আরও আগে গ্রহণ করা উচিত ছিল। ব্যাপারটাকে কেন যে এতদিন ধরে ঝুলিয়ে রাখল, সেটাই আমি বুঝতে পারলাম না।' মুস্তাফিজ়ুরকে তাড়াতেই রেগে আগুন ইমাম অ্যাসোসিয়েশন, 'বিষোদগার' BCCI-এর বিরুদ্ধে ! শেষবেলায় মুস্তাফিজ়ুরকে দলে নিয়েছিল কেকেআর প্রসঙ্গত, গত নভেম্বর মাসে ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য একটি মিনি নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আবু ধাবির এতিহাদ অ্যারেনায় আয়োজিত এই নিলাম অনুষ্ঠানে প্রথমে কোনও দলই মুস্তাফিজুরকে নিতে চায়নি। একেবারে শেষ বেলায় হাত বাড়ায় কলকাতা নাইট রাইডার্স। ৯.২ কোটি টাকার বিনিময়ে বাংলাদেশের এই তারকা পেস বোলারকে কিনে নেয় কেকেআর ম্যানেজমেন্ট। তারপর থেকেই গোটা দেশজুড়ে উঠতে শুরু করে বিতর্কের ঝড়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে, তা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা দাবি করেন মুস্তাফিজুরকে যেন কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয়। Mustafizur Rahman KKR Controversy: মুস্তাফিজ়ুরকে ছেড়ে দিলে ৯.২০ কোটি টাকা ফেরত পাবে কেকেআর? জেনে নিন IPL-এর নিয়ম অবশেষে শনিবার বিসিসিআই নির্দেশ দেয় ফিজকে যেন অবিলম্বে রিলিজ করে দেয় কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে নাইট ম্যানেজমেন্টও। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের এই পেস বোলারকে রিলিজ করে দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা রীতিমতো রেগে গিয়েছেন। এমনকী, তাঁরা আইপিএল বয়কটেরও ডাক দিয়েছেন। KKR to Release Mustafizur Rahman: পাকিস্তানের পর এবার IPL-য়ে 'বয়কট' বাংলাদেশও! কী বলছে বিসিসিআই? যদিও বাংলাদেশিদের নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই মনোজ তিওয়ারির। তিনি স্পষ্ট বললেন, ' বাংলাদেশে আমাদের এক ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এমন ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। যথেষ্ট নিন্দনীয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এহেন সিদ্ধান্ত গ্রহণ করেছে বিসিসিআই। শুধুমাত্র হিন্দু বলেই নয়, এমন ঘটনা একেবারেই অভিপ্রেত নয়। সেটা বাংলাদেশ হোক কিংবা বিশ্বের যে কোন দেশ। বিসিসিআই যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা একেবারেই সঠিক। আমি এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করি। '
Suvendu Adhikari: তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা এবার চোরেদের পাঁচালী, বিরাট ঘোষণায় রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী কয়েকমাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূলকে একইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা গতকাল জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে, বিশেষ করে নন্দীগ্রাম এলাকায়, ‘চোরেদের পাঁচালি’ প্রচার করবে বিজেপি। যার উদ্দেশ্য তৃণমূল সরকারের কথিত দুর্নীতি ও অপকর্ম সাধারণ মানুষের সামনে আনা। আরও পড়ুন- ফের রাজ্যে SIR-এর জেরে মৃত্যু BLO-র! শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে রিষড়ায় প্রবীণের মৃত্যতে তোলপাড় তৃণমূল কংগ্রেস সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ প্রচারের পাল্টা হিসেবে ‘চোরেদের পাঁচালি’ কর্মসূচি শুরু করতে চলেছে বিজেপি। শনিবার এমনই ঘোষণা করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে, বিশেষ করে নন্দীগ্রাম এলাকায়, ‘চোরেদের পাঁচালি’ শীর্ষক ট্যাবলোর মাধ্যমে তৃণমূল সরকারের কথিত দুর্নীতি ও অপকর্ম সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। একটি জনসভায় যোগ দেওয়ার ফাঁকে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার আসলে রাজ্যের বিরোধী দল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তাঁর দাবি, মানুষ ইতিমধ্যেই তৃণমূলের ‘প্রতারণা’ বুঝতে পারছেন, তবুও বিজেপির দায়িত্ব প্রকৃত সত্য সকলের সামনে তুলে ধরা। রবিবার থেকেই পূর্ব মেদিনীপুর জুড়ে, নন্দীগ্রাম সহ বিভিন্ন এলাকায় এই ‘চোরেদের পাঁচালি’ কর্মসূচি শুরু হবে বলে তিনি জানান। আরও পড়ুন- দীপু চন্দ্র দাসের পর ফের হিন্দু যুবকের গায়ে আগুন, মৃত্যুতে প্রশ্নের মুখে ইউনূস, কড়া নিন্দা বঙ্গ বিজেপির সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন, শাসক দলের মদতে নন্দীগ্রামের হিন্দুরা তথাকথিত ‘জিহাদি’দের ভয়ে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, “হিন্দুরা একজোট না হলে কী পরিণতি হয়, তা সীমান্তের ওপার বাংলাদেশেই দেখা যাচ্ছে। একসময় বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল ৩০ শতাংশ, যা এখন কমে ৭ শতাংশে নেমে এসেছে।” তাঁর দাবি, নন্দীগ্রামে হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে অত্যাচার আরও বাড়বে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের কড়া সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি ক্ষমতায় আসার জন্য বিপজ্জনক মেরুকরণের রাজনীতি করছে। তাঁর অভিযোগ, বাংলাদেশে হিংসার ঘটনার প্রসঙ্গ টেনে এনে বাংলায় সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি, তবে রাজ্যের মানুষ এই কৌশলে পা দেবে না। আরও পড়ুন- বার কাউন্সিলে SIR-এর ছায়া, নাম বাদ খোদ মুখ্যমন্ত্রীর, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের উল্লেখ্য, আগামী কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনে টানা চতুর্থবারের জন্য ক্ষমতা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।
কালো আইপ্যাচ, হাতে হাতকড়া, এক হাতে জলের বোতল মার্কিন হেফাজত থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রথম ছবি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মাদুরোর চোখ বাঁধা, চারপাশে কড়া নিরাপত্তা। এই ঘটনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-সহ একাধিক লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলার খবর আসে এবং দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। শাহরুখ খানকে 'বয়কটে'র ডাক, বলিউড বাদশাকে নিয়ে বিফোরক মন্তব্য জগদ্গুরু স্বামী রামভদ্রাচার্য মহারাজের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যরাতে বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে মার্কিন বাহিনী। অভিযানের পরপরই তাঁদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। মার্কিন হেফাজতে থাকা অবস্থায় মাদুরোর প্রথম ছবি প্রকাশিত হয়েছে বলে জানানো হয়েছে, যাকে ঘিরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। ফের রাজ্যে SIR-এর জেরে মৃত্যু BLO-র! শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে রিষড়ায় প্রবীণের মৃত্যতে তোলপাড় ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই গ্রেপ্তার প্রমাণ করে আমেরিকা কারও কাছে মাথা নত করবে না। তাঁর কথায়, “আমেরিকা কোনও চাপের কাছে নতিস্বীকার করে না।” সিএনএনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাদুরো দম্পতিকে তাঁদের শোবার ঘর থেকেই টেনে বের করে আনা হয়। অন্যদিকে এপি জানিয়েছে, কারাকাসের কড়া পাহারায় থাকা ফোর্ট টিউনা সামরিক কমপ্লেক্সের ভিতরে অবস্থিত বাসভবনে তাঁরা ঘুমিয়ে ছিলেন, সেই সময়ই মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালায়। বার কাউন্সিলে SIR-এর ছায়া, নাম বাদ খোদ মুখ্যমন্ত্রীর, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের ট্রাম্প আরও বলেন, “পুরো অভিযানটি ছিল সরাসরি সম্প্রচার দেখা একটি টিভি অনুষ্ঠানের মতো।” তাঁর দাবি, চার দিন ধরে এই অভিযানের প্রস্তুতি চলছিল এবং পুরো প্রক্রিয়ায় কোনও মার্কিন সেনার প্রাণহানি হয়নি। তিনি জানান, মাদুরো ও তাঁর স্ত্রীকে যুদ্ধজাহাজে করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল বন্ডি জানিয়েছেন, নিকোলাস মাদুরোর বিচার হবে নিউ ইয়র্কে। তাঁর বক্তব্য অনুযায়ী, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে মাদক-সন্ত্রাসবাদে ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র রাখার ষড়যন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই অস্ত্র ব্যবহারের পরিকল্পনা। শীঘ্রই মার্কিন আদালতে এই মামলার শুনানি শুরু হবে বলে জানানো হয়েছে। দীপু চন্দ্র দাসের পর ফের হিন্দু যুবকের গায়ে আগুন, মৃত্যুতে প্রশ্নের মুখে ইউনূস, কড়া নিন্দা বঙ্গ বিজেপির
পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র, তৃণমূলকে দুষে ভয়ঙ্কর অভিযোগ দাপুটে বিজেপি নেতার
তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর। তৃণমূল ঘনিষ্ঠ পশ্চিমবঙ্গের ব্র্যান্ড আম্বাসাডার নাইট রাইডার্স টিমের মালিক শাহরুখ খান বাংলাদেশ থেকে ক্রিকেটার নিয়ে এসেছে। বিসিসিআই জানিয়ে দিয়েছে বাংলাদেশে হিন্দু নিধন চলছে, তাই বাংলাদেশের ক্রিকেটেরকে খেলানো যাবে না। তৃণমূল, শাহরুখ খান এবং ইসলামিক ষড়যন্ত্রকারীরা এসব করেছে। শাহরুখ খান যদি এরকম ধর্মীয় খেলা খেলে তাহলে ওকে দেশ থেকে তাড়িয়ে বাংলাদেশে পাঠাব। দীপু চন্দ্র দাসের পর ফের হিন্দু যুবকের গায়ে আগুন, মৃত্যুতে প্রশ্নের মুখে ইউনূস, কড়া নিন্দা বঙ্গ বিজেপির শনিবার বোলপুর সাংগঠনিক জেলার ময়ূরেশ্বরে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এই সভার ডাক দিয়েছিলেন বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল সিনহা বলেন, বিজেপি মুসলমান বিরোধী নয়। তবে ভারত পাকিস্তান খেলায় ভারত হারলে যারা পটকা ফাটায় মিষ্টি বিতরণ করে তাদের আমরা ভারত থেকে লাথি মেরে তাড়াব। যারা ভারতের খেয়ে পড়ে মানুষ হবে। ভারতমাতার জয়গান করবে, সেই সব মুসলমান ভাইদের আমরা বুকে টেনে নিয়ে নতুন ভারত গড়ব। আমরা পাকিস্তানি, বাংলাদেশি মুসলমান চাই না। রাহুলবাবু বলেন, মুখ্যমন্ত্রী এখন আর ইনশাল্লাহ বলছেন না। বিজেপির চাপে পড়ে বিষ্ণু দেবতাকে বিষ্ণু মাতা বলছেন। কে মাতা কে পিতা সেটাও তিনি ভুলে গিয়েছেন। মুসলমানের সব থেকে বড় শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হাদিশে আছে মুসলমান ছাড়া কেউ হিজাব পড়তে পারে না, রোজা রাখতে পারে না। আপনাদের ধর্মটাকে একটা নাটকের মঞ্চ বানিয়েছে মমতা। শাহরুখ খানকে 'বয়কটে'র ডাক, বলিউড বাদশাকে নিয়ে বিফোরক মন্তব্য জগদ্গুরু স্বামী রামভদ্রাচার্য মহারাজের সংখ্যালঘু তোষণ নিয়ে রাহুলবাবু বলেন, বছর ছয়েক আগে দুর্গা পুজোর ভাসান এবং মহরম একদিনে পড়েছিল। আমরা বলেছিলাম দুর্গা প্রতিমা একদিকে যাবে অন্য রাস্তায় যাবে মহরম। একসঙ্গে আমরা ধর্ম পালন করবে। কিন্তু মমতা দুর্গা প্রতিমা নিরঞ্জন বন্ধ। ওইদিন মহরম চলবে। এপ্রসঙ্গে রসিকতা করে রাহুল সিনহা বলেন, মা দুর্গা মণ্ডপে বন্দি। তার পাশ দিয়ে ঠাক ঢোল বাজিয়ে মহরম যাচ্ছে। মা দুর্গা সে সময় কার্তিক ও গনেশকে বললেন বাইরে বেরিয়ে দেখো আমরা ভুল করে পূর্ব বাংলাদেশে চলে আসেনি তো? কার্তিক - গণেশ ফিরে এসে বললেন না মা আমরা পশ্চিমবঙ্গেই এসেছি। কিন্তু এখানে মমতা বেগমের রাজত্ব চলছে। তাই তো বাংলাদেশে দীপু দাস হত্যা হয়, আর সামসের গঞ্জে হরগোবিন্দ দাস ও তার ছেলে খুন হয়। বাংলাদেশে চলছে ইউনুস সরকার এখানে তার বোনের সরকার চলছে। বার কাউন্সিলে SIR-এর ছায়া, নাম বাদ খোদ মুখ্যমন্ত্রীর, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের মমতা বিশ্বাসঘাতক। সময় হলে মুসলমানদেরও পরিত্যাগ করবে। ওয়াকফ নিয়ে মমতা সব থেকে বেশি বিরোধিতা করেছিলেন। এখন তিনিই রাতারাতি ওয়াকফ লাগু করে দিয়েছে।রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কটাক্ষ করে রাহুল সিনহা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তাইতো পশ্চিমবঙ্গের মানুষকে ভেলোর, চেন্নাই, বেঙ্গালুরু যেতে হচ্ছে। তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গে বলেন, এরা বালি, কয়লা, গরু পাচার করছে। ১০০ দিনের টাকা চুরি করেছে। তাই কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। আমরা ক্ষমতায় এসে তৃণমূল নেতাদের গলায় হাত ঢুকিয়ে কালো টাকা উদ্ধার করব। বাড়ি, গাড়ি উদ্ধার করে মানুষের মধ্যে বিলিয়ে দেব। আমরা ক্ষমতায় এসে ফের সিঙ্গুরে শিল্প গড়ব। ফের রাজ্যে SIR-এর জেরে মৃত্যু BLO-র! শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে রিষড়ায় প্রবীণের মৃত্যতে তোলপাড়
Ajker Rashifal Bengali, 4 January 2026: আজ রবিবার কেমন যাবে আপনার দিন? জানুন ১২ রাশির ভাগ্যফল
Ajker Rashifal Bengali, 4 January, 2026: আজ রবিবার ৪ জানুয়ারি ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনটি অনেক রাশির জীবনে সংযম ও সচেতনতার বার্তা নিয়ে এসেছে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের জন্য আজ স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে, তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলাই শ্রেয়। আর্থিক ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে হিসেব করে এগোনো দরকার। দাম্পত্য জীবনে সামান্য প্রচেষ্টাই বড় সুখ এনে দিতে পারে। আরও পড়ুন- আত্মবিশ্বাসের অভাবে হাতছাড়া হচ্ছে পরপর সুযোগ? কিন্তু-কিন্তু ভাব কাটাতে মানুন শাস্ত্রসম্মত উপায়! বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জন্য দিনটি পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা নেবে। কিছু প্রতিকূল পরিস্থিতি এলেও মনোবল হারালে চলবে না। পরিবারে বয়স্ক কারও স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। তবে প্রেমের ক্ষেত্রে আজ চমক রয়েছে, প্রিয় মানুষের কাছ থেকে উপহার বা ভালোবাসার প্রকাশ মন ভালো করে দেবে। আরও পড়ুন- ঘড়ির কাঁটায় রাত কাবার হলেও ঘুমোন না? রাত জেগে এই তিন কাজ করলে রুষ্ট হন রাহু-কেতু-শনি! মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতকরা আজ শরীরচর্চা বা হালকা ব্যায়ামে উপকার পাবেন। অর্থপ্রাপ্তির যোগ থাকলেও দান বা সাহায্যের মাধ্যমে মানসিক শান্তি বাড়বে। পরিবারের সঙ্গে কথা বলার সময় শব্দচয়নে সতর্ক না হলে ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনে আজ ইতিবাচক চমক অপেক্ষা করছে। আরও পড়ুন- হাসিতেই নাকি ধরা পড়ে আপনার গোপন চরিত্র! জানুন, কী বলছেন জ্যোতিষী! কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতকদের জন্য আজ মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। মতভেদ ও ভুল বোঝাবুঝি আপনাকে অস্বস্তিতে ফেললেও শান্ত থাকাই শ্রেয়। বিনিয়োগের ক্ষেত্রে রক্ষণশীল পথ বেছে নিলে লাভের সম্ভাবনা রয়েছে। আজ নিজের জন্য কিছুটা একান্ত সময় বের করলে মানসিক ভারসাম্য ফিরে পাবেন। আরও পড়ুন- দেরিতে ঘুম থেকে উঠলে কেন পিছিয়ে যায় ভাগ্য? কোন সময় উঠবেন আর কী করবেন না, জানুন সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকরা আজ পরোপকারের কাজে মানসিক তৃপ্তি পাবেন। অযথা খরচের অভ্যাস আজ আপনাকে ভবিষ্যতের জন্য সচেতন করে তুলবে। প্রেমের সম্পর্কে অহেতুক তর্ক এড়িয়ে চললে সম্পর্ক আরও মজবুত হবে। ভ্রমণ কারও কারও জন্য ক্লান্তিকর হতে পারে। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জন্য আজ স্বাস্থ্যের দিক থেকে ভালো দিন। দীর্ঘমেয়াদি বিনিয়োগ ভবিষ্যতে লাভ এনে দিতে পারে। দিনের শেষভাগে সুখবর পেতে পারেন। দাম্পত্য জীবনে আজ রোমান্টিক মুহূর্ত উপভোগ করার সুযোগ রয়েছে। তবে অলসতায় সময় নষ্ট না করে বাস্তব পরিকল্পনায় মন দিন। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জাতকদের আজ অতিরিক্ত খাওয়া এড়ানো জরুরি। আর্থিক ক্ষেত্রে নতুন চুক্তি বা সমঝোতা লাভজনক হতে পারে। পরিবারে চলমান সমস্যার সমাধানে উদ্যোগ নিলে পরিস্থিতি সহজ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ বিশেষ সময় কাটানোর সুযোগ রয়েছে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জাতকদের জন্য পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ নতুন উদ্দীপনা এনে দেবে। বিনিয়োগে লাভের যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজ আবেগ তুঙ্গে থাকবে। দাম্পত্য জীবনে উষ্ণতা ও ঘনিষ্ঠতা বাড়বে। মানসিক চাপ কমাতে বিশ্রাম প্রয়োজন। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকরা আজ প্রাণবন্ত ও কৌতুকপূর্ণ মেজাজে থাকবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সম্পর্ক ও বন্ধুত্বের মূল্য আজ নতুন করে উপলব্ধি করবেন। দাম্পত্য জীবনের গভীর অর্থ আজ বুঝতে পারবেন। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জন্য আজ স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ নেই। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাবেন। দাম্পত্য জীবনে উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ থাকবে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের জন্য দিনটি আনন্দ ও বিনোদনের। তবে সন্দেহজনক আর্থিক স্কিম এড়িয়ে চলা জরুরি। প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ সমস্যা তৈরি করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে খোলামেলা হাসি ও কথোপকথন দিনটিকে সুন্দর করে তুলবে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের জন্য আজ সুখবর আসতে পারে। সম্পত্তিতে বিনিয়োগ শুভ। পরিবারের শিশুর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা দরকার। দাম্পত্য জীবনে কিছুটা স্পেস প্রয়োজন হতে পারে। নিজের যত্ন নিলে মানসিকভাবে উপকৃত হবেন।
‘ফুল ফুটবে…কিন্তু সরষে ফুল’, কেন বললেন সজল
বাংলার ভোটের আর খুব বেশিদিন বাকি নেই। সব দলই পুরোদমে ময়দানে নেমে পড়েছে। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, বাংলার কোথাও ঘাসফুল ফুটবে না। ফুটবে সরষে ফুল। বিজেপির সাফল্যে তৃণমূল চোখে সরষে ফুল দেখবে বলে মন্তব্য করেছেন তিনি। সজলের দাবি, গার্ডেনরিচ, তপসিয়ার মতো কয়েকটি জায়গা ছাড়া সর্বত্র বিজেপিই জিতবে।
দুর্গা অঙ্গন নিয়ে বড় দাবি দিলীপের
Dilip Ghosh: সম্প্রতি সেই মন্দিরের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন দিলীপ বলেন, 'একটা জায়গায় খরচ করার পর আর এক জায়গায় গিয়ে শিলান্যাস হল। কোনওটাতেই মন্দির হবে না।' এ ব্যাপারে দলের অবস্থানই ঠিক নেই বলে মন্তব্য করেছেন তিনি।
চলছে মার্কিন আগ্রাসন, প্রয়োজন ছাড়া ভেনেজুয়েলা সফরে নিষেধাজ্ঞা কেন্দ্রের
কী বার্তা বিদেশমন্ত্রকের?
‘চিকেনস নেক’করিডোরের সুরক্ষায় কোনও ফাঁক নয়! তিস্তার উপর তৈরি হবে চার লেনের নতুন সেতু
সেতু তৈরি হলে প্রায় ১৪ কিলোমিটার দূরত্ব কমে আসবে।
৪ জানুয়ারি রাশিফল: সকাল সকাল মন মেজাজ খারাপ? জেনে নিন আজ কী আছে ভাগ্যে
জেনে নিন আজকের রাশিফল।
SIR Hearing Centre: বাংলার প্রান্তিক মানুষের স্পেশাল রিভিশনে ‘স্পেশাল’ শুনানি কমিশনের
West Bengal SIR Hearing: কিন্তু কোন কোন জেলায় তৈরি হবে এই বিশেষ শুনানি কেন্দ্র? ডিইও-দের প্রস্তাবিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ১২টি জেলা যথাক্রমে - দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, পশ্চিম বর্ধমান, হাওড়া এবং উত্তর ২৪ পরগনাজুড়ে মোট ১৬০টি বিকেন্দ্রীভূত শুনানি কেন্দ্র তৈরি হবে।
কালান্তার ( ০৪ জানুয়ারী ২০২৬ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
‘ভেনেজুয়েলা আমরা চালাব’, তেলভাণ্ডারের দখল নিয়ে দেশ সংস্কারের বার্তা ট্রাম্পের
বাড়াবাড়ি করলে ভেনেজুয়েলায় আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের।
সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ! ডিজির কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
মঙ্গলবার বিকেলে পাঁচটার মধ্যে তা জমা দিতে হবে।
TMC Helps BJP Migrant Worker: তবে সেই ওই পরিযায়ী শ্রমিক এখন বাড়ি ফিরেছেন। অভিষেকের কথায়, 'মহারাষ্ট্রের নিম্ন আদালতে লড়াই করে গৌতম বর্মনকে যে তাঁর বাড়িতে পৌঁছে দিয়েছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস।' প্রায় দীর্ঘ সাড়ে ছয় মাস পর জেল মুক্তি হয়েছে গৌতমের।
Donald Trump |ভেনেজুয়েলার রাশ এখন ওয়াশিংটনের হাতে! ট্রাম্পের ঘোষণায় নয়া মোড়
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পথে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র! শনিবার ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো বাসভবন থেকে এক নাটকীয় সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, একটি “সঠিক এবং বিচক্ষণ” অন্তর্বর্তীকালীন ব্যবস্থা না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘পরিচালনা’ (Run) করবে। শনিবার ভোররাতে কারাকাসে মার্কিন স্পেশাল ফোর্সের এক সুপরিকল্পিত অভিযানে পতন ঘটে […] The post Donald Trump | ভেনেজুয়েলার রাশ এখন ওয়াশিংটনের হাতে! ট্রাম্পের ঘোষণায় নয়া মোড় appeared first on Uttarbanga Sambad .
হাত বাঁধা, চোখে কালো চশমা! বন্দি প্রেসিডেন্ট মাদুরোর প্রথম ছবি প্রকাশ ট্রাম্পের
মাদুরোর জীবিত থাকার প্রমাণ চেয়েছিল ভেনেজুয়েলা।
লাফিয়ে বাড়বে Youtube-এর ভিউ, ২০২৬-এ সেরা ক্রিয়েটর ও আয় বাড়াতে মাথায় এই বিষয়গুলি রাখতেই হবে
২০২৬ সালে ইউটিউব আগের চেয়ে অনেক বেশি স্মার্ট হয়ে উঠেছে। ফলে কেবল কঠোর পরিশ্রম করলেই যে ভিডিওতে ভিউ আসবে, এমনটা আর নিশ্চিত নয়। অনেক নির্মাতাই অভিযোগ করছেন, নিয়মিত ভিডিও আপলোড করার পরেও তাঁদের চ্যানেলের ভিউ সেভাবে হচ্ছে না। তবে বিশেষজ্ঞদের মতে এটা নিয়ে, হতাশ হওয়ার কারণ নেই। ইউটিউবের নতুন অ্যালগরিদম বুঝে কয়েকটি কৌশলগত পরিবর্তন আনলেই চ্যানেলে আবার ভিউয়ের বন্যা বইতে শুরু করবে। কলড্রপের সমস্যা এখন অতীত! দুরন্ত টেকনোলজিতে নীরবছিন্ন কলিং পরিষেবা দিচ্ছে BSNL বিশেষজ্ঞরা বলছেন, এখন কনটেন্ট নয়, দর্শকদের কথা মাথায় রেখে ভিডিও তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বহু নির্মাতা নিজের পছন্দ অনুযায়ী ভিডিও বানালেও ২০২৬ সালে ইউটিউব আরও বেশি দর্শক-কেন্দ্রিক হয়ে উঠেছে। দর্শকরা কী জানতে চান, কোন সমস্যার সমাধান খুঁজছেন বা কোন প্রশ্নের উত্তর চাইছেন এই বিষয়গুলো বুঝে ভিডিও তৈরি হলে ভিউ দ্রুত বাড়ার সম্ভাবনা থাকে। ইউটিউব অ্যালগরিদম এখন ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে প্রথম ১০ থেকে ১৫ সেকেন্ডে দর্শক যদি আগ্রহ হারিয়ে ফেলে, তাহলে সেই ভিডিও সাজেস্ট লিস্ট থেকে ধীরে ধীরে সরে যায়। তাই চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য ভিডিওর শুরুতেই একটি জোরালো প্রশ্ন, আকর্ষণীয় তথ্য রাখা জরুরি, যাতে দর্শক ভিডিও ছেড়ে না যান। হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে এছাড়াও থাম্বনেইল ও টাইটেলের ভূমিকা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কনটেন্ট ভালো হলেও দুর্বল থাম্বনেইল বা বিভ্রান্তিকর টাইটেলের কারণে দর্শক ভিডিওতে ক্লিক করেন না। ২০২৬ সালে স্মার্ট থাম্বনেইল ও কৌতূহল জাগানো টাইটেলই বেশি কার্যকর, যেখানে গল্পের অর্ধেক বলা হবে এবং বাকি অর্ধেক জানার আগ্রহ তৈরি করা হবে। ধারাবাহিকতা এখন ইউটিউব অ্যালগরিদমের অন্যতম বড় চাবিকাঠি। অনিয়মিতভাবে ভিডিও আপলোড করা চ্যানেলগুলিকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্দিষ্ট দিন ও সময়ে নিয়মিত ভিডিও প্রকাশ করলে অ্যালগরিদম বুঝতে পারে যে চ্যানেলটি সক্রিয়, ফলে ভিডিও সুপারিশের সম্ভাবনাও বাড়ে। ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি ! কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, AI টুল এখন স্ক্রিপ্ট লেখা, সম্পাদনা কিংবা আইডিয়া তৈরিতে বড় ভূমিকা রাখলেও মানুষের স্পর্শ হারালে চলবে না। ইউটিউব এখনও খাঁটি অভিজ্ঞতা, ব্যক্তিত্ব ও বিশ্বাসযোগ্য কণ্ঠস্বরকে অগ্রাধিকার দেয়। ২০২৬ সালে সেই নির্মাতারাই সফল হবেন, যাঁরা AI-এর সুবিধা নেবেন কিন্তু মানবিক অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতাকে ভিডিওতে ধরে রাখতে পারবেন। বাজেট ১৫ হাজার? বছর শুরুতেই অফারের বন্যা, পান মারকাটারি ফিচারের সেরা ল্যাপটপ
Bangladesh |ফের উত্তপ্ত ওপার বাংলা, যশোরে বিএনপি নেতাকে গুলিতে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা!
উত্তবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই উত্তপ্ত ওপার বাংলা। শনিবার সন্ধ্যায় বাংলাদেশের যশোরে রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ যশোরের শঙ্করপুর এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন বিএনপি নেতা আলমগীর হোসেন। বাংলাদেশের জনৈক সংবাদমাধ্যম সূত্রে খবর, আলমগীর যশোর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জানা […] The post Bangladesh | ফের উত্তপ্ত ওপার বাংলা, যশোরে বিএনপি নেতাকে গুলিতে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা! appeared first on Uttarbanga Sambad .
Bangladesh Update: ‘এসআই সন্তোষকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম…’, পুলিশের সামনেই হুঁশিয়ারি ছাত্রনেতার
Bangladesh News: ৫ই অগস্ট, বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পটচিত্র। মাস কয়েক ধরে চলা হাসিনা-বিরোধী আন্দোলন পেয়েছিল নতুন গতি। দেশছাড়া হতে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীকে। তবে সেদিন শুধু হাসিনার রাজনৈতিক জীবন ছাড়খাড় হয়ে যায়নি। তাঁর মতো ছাড়খাড় হয়ে গিয়েছিল শত-শত মানুষের জীবন।
‘যেন টেলিভিশনে অনুষ্ঠান দেখছিলাম’, মাদুরোকে বন্দি করে বিদ্রুপ ট্রাম্পের
শনিবার ভোররাতে ভেনেজুয়েলায় হামলা চালায় মার্কিন সেনা।
বকেয়া মজুরি চাওয়ায় পুনেতে পিটিয়ে খুন বাংলার শ্রমিক! বিচার চেয়ে সোচ্চার পরিবার
অভিযোগের তির ভিন রাজ্যের ঠিকাদারের বিরুদ্ধে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় যবনিকা পড়ল নিকোলাস মাদুরোর দীর্ঘ শাসনের। শনিবার এক নাটকীয় অভিযানে মার্কিন বাহিনীর হাতে বন্দি হয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির বিরোধী নেত্রী তথা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো (Maria Corina Machado)। তিনি লিখেছেন, “ভেনেজুয়েলাবাসী, […] The post Maria Corina Machado | পতন হল মাদুরো সাম্রাজ্যের! ভেনেজুয়েলায় মুক্তির মাহেন্দ্রক্ষণ’ ঘোষণা নোবেলজয়ী মাচাদোর appeared first on Uttarbanga Sambad .
স্বাধীনতার সূর্যোদয়! অজ্ঞাতবাস থেকে বার্তা মাচাদোর, প্রেসিডেন্টও বেছে নিলেন নোবেলজয়ী
কী বার্তা দিলেন নোবেলজয়ী?
Coconut Water |শুধু গরম নয়, শীতেও উপকারী ডাবের জল! জেনে নিন এর সুফলগুলি…
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে ডাবের জল (Coconut Water) নিমেষেই তৃষ্ণা মিটিয়ে দেয়। কিন্তু গরমকালের মতো শীতেও কি খাওয়া যায় ডাবের জল? পুষ্টিবিদদের মতে, সুস্থ থাকতে শীতকালেও ডাবের জল সমান গুরুত্বপূর্ণ। এর উপকারিতাগুলি জেনে নিন। ১. শীতকালে পার্টি, পিকনিক তো হবেই। আর এসব হলেই চলে জমিয়ে খাওয়াদাওয়া। তবে শীতে ডাবের জল খেতে পারলে জমিয়ে […] The post Coconut Water | শুধু গরম নয়, শীতেও উপকারী ডাবের জল! জেনে নিন এর সুফলগুলি… appeared first on Uttarbanga Sambad .
শাহের থেকেও একধাপ এগিয়ে শুভেন্দু, ২০২৬ এ কতগুলি আসন পাবে বিজেপি, আগেভাগেই বড় ঘোষণা
বিধানসভা ভোটে হিন্দুরা একজোট হলে হলে ২০২৬ সালে বিজেপি ২২০টি আসন পাবে বাংলায়। মালদার চাঁচলে এক জনসভা থেকে এমনই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সাম্প্রতিক নির্বাচনে মালদা উত্তর ও নন্দীগ্রামে হিন্দু ভোটের শতাংশের উল্লেখ করে শুভেন্দু বলেন, “মালদা উত্তর ও নন্দীগ্রাম এই দু’টি জায়গায় হিন্দু সংহতি সবচেয়ে বেশি ছিল। ২০২৪ সালে মালদা উত্তরে ৮৫ শতাংশ হিন্দু ভোট বিজেপি পেয়েছে। গোটা বাংলা যদি মালদা উত্তরের পথে চলে, তবে বিজেপি ২০০ নয়, ২২০ আসন নিয়ে ক্ষমতায় আসবে।” আরও পড়ুন- শাহরুখ খানকে 'বয়কটে'র ডাক, বলিউড বাদশাকে নিয়ে বিফোরক মন্তব্য জগদ্গুরু স্বামী রামভদ্রাচার্য মহারাজের শুভেন্দুর এই বক্তব্যের প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক কলকাতা সফরের কথাও উঠে আসে। সভায় শাহ কোনও নির্দিষ্ট সংখ্যা না বললেও দাবি করেছিলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা পাবে যার অর্থ ২৯৪ আসনের মধ্যে প্রায় ১৯৬টি। পরে বিজেপি কর্মী ও নেতাদের সঙ্গে বৈঠকে শাহ বলেন, ২০১৬ সালে যেখানে বিজেপির আসন ছিল মাত্র তিনটি, ২০২১-এ তা বেড়ে ৭৭ হয়েছে; সেক্ষেত্রে ২০২৬-এ ২০০ আসন জেতা অসম্ভব নয়। শুভেন্দু অধিকারী অবশ্য আরও এক ধাপ এগিয়ে ২২০ আসনের দাবি তোলেন। তিনি বলেন, “২০২১ সালে নন্দীগ্রামে ৬৫ শতাংশ হিন্দু ভোট বিজেপিকে পেয়েছিল এবং আমি প্রায় ২ হাজার ভোটে জিতেছিলাম। ২০২৪-এর লোকসভা ভোটে সেখানে হিন্দু ভোটের হার বেড়ে ৭২ শতাংশ হয়েছে।” তাঁর আরও বক্তব্য, তৃণমূল যদি ১০০ মুসলিম ভোটের মধ্যে ৯৯টি নিশ্চিত করতে পারে, তবে বিজেপিও ১০০ হিন্দু ভোটের মধ্যে ৯৯টি পেতে পারে। আরও পড়ুন- বার কাউন্সিলে SIR-এর ছায়া, নাম বাদ খোদ মুখ্যমন্ত্রীর, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, গাণিতিকভাবে শুভেন্দুর হিসাব সম্ভব হলেও বাস্তবে তা কঠিন। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, “শুভেন্দু যেখানে ৮৫ শতাংশ হিন্দু সংহতির কথা বলছেন, সেখানে ২০২৪ সালের লোকসভা ভোটে মালদা উত্তরে বিজেপি পেয়েছে প্রায় ৬৫ শতাংশ হিন্দু ভোট। রাজ্যজুড়ে যদি ৬৫ শতাংশ হিন্দু ভোট একত্রিতও হয়, তাত্ত্বিকভাবে তাঁর হিসাব মিলে যেতে পারে।” তবে তাঁর মতে, বাস্তবে রাজ্যজুড়ে ২০২৪ সালে বিজেপির পক্ষে হিন্দু ভোট ছিল প্রায় ৫৫ শতাংশ এবং ২০২১ সালে তা ছিল ৫৪ শতাংশ। “এত দ্রুত সংহতি বৃদ্ধির কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। সাম্প্রতিক নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনেও হিন্দু সংহতি বাড়েনি, বরং সামান্য কমেছে,” বলেন তিনি। বিজেপির এক নেতা অবশ্য দাবি করেন, বাংলাদেশে অস্থিরতা ও হিন্দু নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে হিন্দু ভোটব্যাঙ্ককে আরও সংহত করছে। এর জবাবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “শুভেন্দু অধিকারী ও অমিত শাহ যখনই আসনসংখ্যা বলেন, শেষ পর্যন্ত তা তৃণমূলের আসনসংখ্যা হয়ে দাঁড়ায়। ২০২১-এ তাঁরা ২০০ বলেছিলেন, তৃণমূল পেয়েছিল ২১৫। ২০২৪-এ ৪২টির মধ্যে ৩৫ বলেছিলেন, পেয়েছেন ১২।” আরও পড়ুন- টেম্পো চালক থেকে বিমান সংস্থার মালিক, হার না মানা অদম্য লড়াইয়ের এ কাহিনী অনুপ্রেরণা জোগাবে চাঁচলের সভায় প্রায় আধ ঘণ্টার বক্তৃতায় শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, ২০২৬-এর পর তৃণমূল বিরোধী বেঞ্চে বসবে। তিনি বলেন, আদালতের নির্দেশে তাঁকে ১০৪টি কর্মসূচি করতে হয়েছে এবং বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের সঙ্গে ‘হিসাব চুকিয়ে নেওয়া’ হবে। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি সরকার এলে কর্মসংস্থান প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ দেওয়া হবে কেন্দ্রের ১০০ দিনের সঙ্গে রাজ্য সরকারের আরও ১০০ দিন। মালদা প্রসঙ্গে শুভেন্দু দাবি করেন, জেলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ, তাই ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ১২টি বিধানসভা কেন্দ্রের কোনওটিতেই তৃণমূল লিড পায়নি। যদিও তৃণমূলের এক নেতা মনে করিয়ে দেন, ২০২১ সালে ওই ১২টির মধ্যে আটটিতেই জিতেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। চলতি মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা সফরের কথা রয়েছে। তাঁর আগেই জেলায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, কোচবিহারে এক জনসভা থেকে অভিনেতা-রাজনীতিক মিঠুন চক্রবর্তী হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ওল্ড পোস্ট অফিস পাড়ার মাঠে তিনি বলেন, “বাংলার হিন্দুদের রক্ষা করতে হবে, সনাতন ধর্ম, হিন্দুত্ব এবং বাঙালি পরিচয় বাঁচাতে হবে।” তিনি ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়েও কটাক্ষ করেন এবং বেকারত্বের প্রসঙ্গ তুলে বলেন, “সরকার আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আবার আপনাদেরই দেয়। কিন্তু যাঁরা দুর্নীতির সঙ্গে আপস করতে চান না, তাঁদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কী?” আরও পড়ুন- দীপু চন্দ্র দাসের পর ফের হিন্দু যুবকের গায়ে আগুন, মৃত্যুতে প্রশ্নের মুখে ইউনূস, কড়া নিন্দা বঙ্গ বিজেপির
Himalayan Prayer Buddhist Flag: পাহাড়ে গিয়ে এই পতাকার সামনে অনেকেই ছবি তোলেন, জানেন এর আসল মানে কী?
Tibetan Buddhist Flag: এই পতাকাগুলি উঁচু পাহাড়ের চূড়ায় লাগানো হয়। এর মধ্যে থাকে প্রচুর মানুষের প্রার্থনা। বৌদ্ধরা বিশ্বাস করে, বাতাস এই পতাকার উপর মুদ্রিত প্রার্থনাগুলি পুরো জায়গা জুড়ে ছড়িয়ে দেয়। যা মানুষের জীবনে সুখ-শান্তি-প্রাচুর্য সৌহার্দ্য নিয়ে আসে।
সইসাবুদ সেরেছিলেন ২০২৪-এ, এবার ছাঁদনাতলাতে প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ, বিয়ের বাকি আর কত দিন?
ইতিমধ্যেই আইবুড়োভাত খাওয়া শুরু করে দিয়েছেন তাঁরা দু'জন।
Peanuts |শীতের বিকেলে সঙ্গী হোক বাদাম ভাজা! কেবল স্বাদ নয়, রয়েছে একাধিক গুনাগুণও
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটা সময় শীতের বিকেলে বাদাম ভাজা (Peanuts) খেতে খেতে কাটিয়ে দেওয়া যেত অনেকটা সময়। কিন্তু আজকাল যেন আর সেই সময়ই পাওয়া যায় না। কিন্তু জানেন কি শীতের বিকেলে এই বাদাম ভাজাই আপনার শরীরের নানা উপকার করতে পারে। ১. শীতকালে শুষ্ক আবহাওয়ায় ত্বক ও চুল রুক্ষ হয়ে যায়। নানা ধরনের সমস্যাও দেখা […] The post Peanuts | শীতের বিকেলে সঙ্গী হোক বাদাম ভাজা! কেবল স্বাদ নয়, রয়েছে একাধিক গুনাগুণও appeared first on Uttarbanga Sambad .
C Murugan on Security Lapses: বিশেষ পর্যবেক্ষকের অভিযোগের ভিত্তিতে এবার রাজ্য় পুলিশের ডিজিকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন। তাতেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। সংশ্লিষ্ট চিঠিতে লেখা রয়েছে, 'মহকুমা শাসক ও জেলার পুলিশ সুপারকে বিশেষ পর্যবেক্ষকের কর্মসূচি সম্পর্কে অবগত করার পরেও কোনও রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি।
Berhampore |এসআইআর ‘বিভ্রাট’: অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর আতঙ্কে হৃদরোগে মৃত্যু স্বামীর!
বহরমপুর: নথিপত্রে নামের পদবীর ভুল, আর সেই সামান্য ত্রুটির জেরে ভিটেমাটি ছাড়া হওয়ার আতঙ্ক। এই দুইয়ের সাঁড়াশি চাপে প্রাণ হারালেন মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা জয়নাল আনসারী! অভিযোগ, অন্তঃসত্ত্বা স্ত্রী রেখা বিবিকে বাংলাদেশে প্রত্যার্পণ করা হতে পারে—এই দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার গোটা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে […] The post Berhampore | এসআইআর ‘বিভ্রাট’: অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর আতঙ্কে হৃদরোগে মৃত্যু স্বামীর! appeared first on Uttarbanga Sambad .
জ্যোতির্ময় দত্ত, মানবচরিত বা স্পর্ধিত খেলা
এক্সপার্টরা একা-ই আসেন, একা-ই চলে যান; কারও তোয়াক্কা না করে।
Balurghat |গ্রামের বাড়ি পছন্দ নয়, হাসপাতালে সময় কাটান তরুণী
সুবীর মহন্ত, বালুরঘাট: বালুরঘাটে (Balurghat) পড়তে এসে গায়ে লেগে গিয়েছে ‘শহরের হাওয়া’। গ্রামের বাড়িতে তাই আর মন টেকে না তরুণীর। বাবা-মা পরিযায়ী শ্রমিক। অভিভাবক দাদু-দিদিমাও কর্মসূত্রে দিনভর বাড়ির বাইরেই থাকেন। এক বাড়িতে থাকতে মন চায় না। তাই পতিরামের বাড়ি থেকে সেই তরুণী বেরিয়ে মাঝেমধ্যেই চলে আসেন শহরে। কিন্তু হাতে নেই টাকাপয়সা, নেই সঙ্গীসাথী। এদিক-ওদিক ঘুরে […] The post Balurghat | গ্রামের বাড়ি পছন্দ নয়, হাসপাতালে সময় কাটান তরুণী appeared first on Uttarbanga Sambad .
দলীয় নির্দেশ অমান্য করে পিকনিক! পুরুলিয়ায় TMC শিক্ষক সংগঠনের ভাইরাল বিজ্ঞপ্তিতে বিতর্ক
তৃণমূল নেত্রীর নির্দেশ ছিল, ২০২৬-এ ভোটে জেতার পর পিকনিক হবে, এখন নয়।
জিম যাওয়ার আলসেমি? এই ৫ ডিটক্স পানীয় দিয়ে শুরু হোক ২০২৬-এর ফিটনেস জার্নি
ওজন কমবে, বাড়বে হজমশক্তিও।
মহিলা-ছাত্রছাত্রীদের বিনামূল্যে মোবাইল প্রদান কেন্দ্রের? ভাইরাল বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল মোদি সরকার
বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়তেই বিভ্রান্তি তৈরি হয়।
‘ধর্মাবতার, বাজেয়াপ্ত ২০০ কেজি গাঁজা খেয়েছে ইঁদুর!’ আদালতে বলল পুলিশ, বেকসুর খালাস অভিযুক্ত
২০০ কেজি গাঁজা-সহ মাদক মামালায় গ্রেপ্তার হন অভিযুক্ত।
Mainaguri |লাল ঝান্ডা ‘ভুলে’ চার দশক
বাণীব্রত চক্রবর্তী, ময়নাগুড়ি: রাজনীতির স্বর্ণযুগে স্বামী-স্ত্রী দাপিয়ে বেড়িয়েছিলেন। ময়নাগুড়িতে সিপিএমকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। তারপর ১৯৮৭ সালে পারিবারিক চাপে দুজনেই দল থেকে অব্যাহতি নেন। তারপর অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে। শহরের দলীয় কার্যালয়ে পা রাখেননি কেউই। ময়নাগুড়ির (Mainaguri) সেই দাপুটে দম্পতি অরবিন্দ পাল এবং ডলি পালের কথা আজও ভুলতে পারেননি এলাকার অনেকেই। অরবিন্দ মারা গিয়েছেন ২০১০ সালে। তারপর […] The post Mainaguri | লাল ঝান্ডা ‘ভুলে’ চার দশক appeared first on Uttarbanga Sambad .
দেশজোড়া বিতর্কের মাঝে মুস্তাফিজুর রহমানকে সরানোর নির্দেশ
সাম্প্রতিক সময়ে যেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, সেখানেই বাংলাদেশি খেলোয়াড়কে কেকেআর কেনায় তীব্র বিতর্ক শুরু হয়। এবার সেই বিতর্কেই হস্তক্ষেপ করল বিসিসিআই। শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি খেলোয়াড়কে ছেড়ে দিতে অনুরোধ করা হল।
Bagrakote |বদলে যাওয়ায় মুখে হাসি বাগ্রাকোটের
অনুপ সাহা, ওদলাবাড়ি: কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী- এই আপ্তবাক্য জলপাইগুড়ি জেলার প্রান্তিক গ্রাম বাগ্রাকোটের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য (Bagrakote)। উন্নয়নের ছোঁয়ায় বাহ্যিক চেহারার যে আমূল পরিবর্তন ঘটে গিয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই। বাগ্রাকোটের আমজনতা তা করছেও না। ১০-১২ বছরে এই উন্নয়ন বেশি করে চোখে পড়ছে। বাগ্রাকোটের হয়েছে সার্বিক উন্নয়ন। বিভিন্ন সময়ে দাবি আদায়ে […] The post Bagrakote | বদলে যাওয়ায় মুখে হাসি বাগ্রাকোটের appeared first on Uttarbanga Sambad .
JDF ছাড়ার দিনই আর জি করে পোস্টিং অনিকেতের! ভাইরাল স্বাস্থ্যদপ্তরের বিজ্ঞপ্তি
শনিবার ভাইরাল হয়েছে স্বাস্থ্য দপ্তরের নিয়োগ সংক্রান্ত সার্কুলার।
পাখির চোখ খড়গপুরই? ‘ঘর’ফিরে পেতেই বোঝালেন দিলীপ, ‘নীরব’হিরণকে নিয়ে
দিলীপ ঘোষের খাসতালুক বলে পরিচিত রেলশহর খড়গপুর।
purbasthali: ২ বছরের বেশি সময় তালা বন্ধ TMC পার্টি অফিসে, কেন?
তাই দলীয় কাজকর্ম চলে বাগান মন্দির বা খোলা মাঠে। বিষয়টি উচ্চ পর্যায়ে জানিয়েও এখনো খোলা যায়নি এই পার্টি অফিস। দীর্ঘদিন ধরে তালা বন্ধ থাকায় ধুলো জমছে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রর দোগাছিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে।
ছুটি নয়, যাত্রীদের সুবিধায় প্রতি রবিবার চলবে বাড়তি মেট্রো!
ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা কর্তৃপক্ষের, দেখে নিন সময়সূচি।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্য ভারতের জঙ্গলমহলে যাঁর নাম শুনলে একসময় বুক কাঁপত সবার, সেই কুখ্যাত মাওবাদী কমান্ডার বারসে দেবা ওরফে দর্শন (৪৮) আত্মসমর্পণ করলেন। শনিবার তেলঙ্গানার ডিজিপি (DGP)-র কাছে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের অস্ত্রশস্ত্র ও ৪৮টি এলএমজি (LMG) জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেন তিনি। ছত্তিশগড়ের সুকমা জেলার পুভার্থী গ্রামের বাসিন্দা দর্শন ২০০৩ সালে […] The post Maoist Commander Surrenders | অস্ত্র ছেড়ে মূলস্রোতে ‘ত্রাস’ দর্শন, যবনিকা পড়ল দুই দশকের রক্তাক্ত অধ্যায়ে! appeared first on Uttarbanga Sambad .
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই শনিবার সকাল (৩ জানুয়ারি, ২০২৬) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার পর ভেনেজুয়েলার সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী বর্তমানে মার্কিন হেফাজতে রয়েছেন। বার কাউন্সিলে SIR-এর ছায়া, নাম বাদ খোদ মুখ্যমন্ত্রীর, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং তার নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি সফল ও বড়সড় অভিযান চালিয়েছে। নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে। খুব শীঘ্রই একটি সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত জানানো হবে।” তবে এই দাবির পক্ষে এখনো কোনও প্রামাণ্য তথ্য প্রকাশ করা হয়নি। pic.twitter.com/072d2ceeK8 — Rapid Response 47 (@RapidResponse47) January 3, 2026 এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ভেনেজুয়েলায় স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন। মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার কৌশলের অংশ হিসেবেই এই হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ভেনেজুয়েলার ওপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং মাদক পাচারের অভিযোগে বিভিন্ন নৌযানে অভিযান চালিয়েছে। এই সব পদক্ষেপের জেরে ভেনেজুয়েলাজুড়ে বিক্ষোভ ও অস্থিরতা বেড়েছে। ২০২৬-এর লড়াই শুরু! জানুয়ারিতেই বাংলায় মোদীর জোড়া সভা, থাকছে বড় চমক? অন্যদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি এক রেকর্ড করা সাক্ষাৎকারে দাবি করেন, যুক্তরাষ্ট্র তাঁর দেশকে অস্থিতিশীল করে সরকার পরিবর্তন করতে চায় এবং ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। মাদুরোর বক্তব্য অনুযায়ী, এই চাপ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছিল গত আগস্ট মাসে, যখন ক্যারিবিয়ান সাগরে বড় আকারে মার্কিন সামরিক বাহিনী মোতায়েন করা হয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য ভেনেজুয়েলা ভ্রমণ সংক্রান্ত কড়া সতর্কতা জারি করেছে। পরামর্শে বলা হয়েছে, ভেনেজুয়েলায় ভ্রমণ বা অবস্থান থেকে বিরত থাকতে। সব মিলিয়ে কারাকাসে বিস্ফোরণের ঘটনার পর লাতিন আমেরিকার এই দেশটি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও অনিশ্চয়তা আরও বেড়েছে। টেম্পো চালক থেকে বিমান সংস্থার মালিক, হার না মানা অদম্য লড়াইয়ের এ কাহিনী অনুপ্রেরণা জোগাবে
শীতে একসঙ্গে স্নানেই উষ্ণ হোক সম্পর্ক, জমান রসায়ন, কমবে স্ট্রেস
স্নানঘরে একা নয়, সঙ্গে নিন সঙ্গীকে।
Nadia: বান্ডিল-বান্ডিল টাকা নিয়েই যাচ্ছেন পুরপ্রধান, ভিডিয়ো দেখুন শুধু একবার
চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলনও করেছেন তারা। কুপার্স,কৃষ্ণনগর, চাকদা পর গয়েশপুর পৌরসভার প্রশাসকের উপর দায়িত্ব দেয়া হল। এখন অন্য পর্যন্ত নদীয়া জেলার চারটি পৌরসভা বর্তমানে প্রশাসক দ্বারা পরিচালনা শুরু হল।
Spinach Juice Benefits: আজকের দ্রুতগতির জীবনে আমরা প্রায়ই স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে সহজলভ্য প্রক্রিয়াজাত পানীয়ের দিকে ঝুঁকে পড়ি। সাময়িকভাবে এগুলো তৃপ্তি দিলেও দীর্ঘমেয়াদে শরীরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। ঠিক এই জায়গাতেই প্রাকৃতিক পানীয় হিসেবে পালং শাকের রস হয়ে উঠতে পারে বিকল্প। দেখতে সাধারণ হলেও এর পুষ্টিগুণ শরীরের ভেতর থেকে আমূল পরিবর্তন আনতে সক্ষম। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যদি কেউ টানা ১৫ দিন প্রতিদিন সকালে খালি পেটে পালং শাকের রস পান করেন, তাহলে শরীরে একাধিক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। পালং শাকের রসের সবচেয়ে বড় গুণ হল এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পালং শাকে থাকা ভিটামিন সি, আয়রন ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায়। যাঁরা বারবার ঠান্ডা, কাশি বা হালকা জ্বরে ভোগেন, তাঁদের ক্ষেত্রে এই রস শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। নিয়মিত গ্রহণে শরীর সহজে ক্লান্ত হয় না এবং দৈনন্দিন কাজে এনার্জি বজায় থাকে। বর্তমান সময়ে মোবাইল ও কম্পিউটার স্ক্রিনের অতিরিক্ত ব্যবহারে চোখের ওপর চাপ বেড়েছে। পালং শাকে থাকা ভিটামিন এ ও লুটিন চোখের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন পালং শাকের রস পান করলে দৃষ্টিশক্তি ধীরে ধীরে উন্নত হতে পারে এবং বয়সজনিত চোখের সমস্যার ঝুঁকি অনেকটাই কমে। দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাজ করা মানুষদের জন্য এটি বিশেষভাবে উপকারী। ওজন কমাতে চাইলে পালং শাকের রস খাদ্যতালিকায় যুক্ত করা একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত। এতে থাকা ফাইবার ও থাইলাকয়েড উপাদান ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর ফলে অপ্রয়োজনীয় বারবার খাওয়ার প্রবণতা কমে যায়। বিপাকক্রিয়া ধীরে ধীরে সক্রিয় হয় এবং জমে থাকা পেটের চর্বি গলতে শুরু করে। অনেকেই ১৫ দিনের মধ্যেই শরীর হালকা ব্যথা অনুভব করেন, যা ওজন কমানোর পথে একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ত্বক ও চুলের সৌন্দর্যের ক্ষেত্রেও পালং শাকের রসের ভূমিকা অনস্বীকার্য। ভিটামিন এ, সি ও আয়রন ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়। নিয়মিত এই রস পান করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, ব্রণ ও দাগ হালকা হতে শুরু করে এবং বলিরেখা কমতে সাহায্য করে। একই সঙ্গে চুলের গোড়া শক্তিশালী হয়, চুল পড়া কমে এবং চুলে স্বাভাবিক জেল্লা ফিরে আসে। বাহ্যিক সৌন্দর্য পণ্যের চেয়ে ভেতর থেকে পুষ্টি দেওয়াই যে বেশি কার্যকর, তার প্রমাণ দেয় পালং শাকের রস। শরীরকে বিষমুক্ত রাখতেও এই রস অত্যন্ত কার্যকর। পালং শাকের রস লিভার ও পাচনতন্ত্রকে সক্রিয় করে শরীরের টক্সিন বের করে দিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য, গ্যাস বা পেট ভারী থাকার সমস্যায় যাঁরা ভোগেন, তাঁদের জন্য এটি স্বস্তিদায়ক সমাধান হতে পারে। হজমশক্তি উন্নত হলে শরীর নিজে থেকেই অনেক রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়। পালং শাক আয়রনের একটি প্রাকৃতিক উৎস হওয়ায় এটি রক্তাল্পতা দূর করতেও সহায়ক। যাঁদের হিমোগ্লোবিন কম বা যারা সামান্য কাজেই দুর্বল বোধ করেন, তাঁদের জন্য এই রস শরীরে রক্ত গঠনে সাহায্য করতে পারে। ফলে সারাদিন কর্মক্ষমতা বজায় থাকে এবং মানসিক ক্লান্তিও কমে। পালং শাকের রস পান করার সবচেয়ে ভালো সময় হল সকালে খালি পেটে। তাজা পালং শাক ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে রস তৈরি করা উচিত। এতে অল্প পুদিনা পাতা, অর্ধেক লেবুর রস এবং সামান্য কালো লবণ যোগ করলে স্বাদ ও উপকারিতা দুটোই বাড়ে। সবসময় তাজা রস পান করাই শ্রেয়। তবে যাঁদের কিডনিতে পাথরের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে পালং শাকে থাকা অক্সালেটের কারণে সতর্কতা জরুরি। নিয়মিত গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একইভাবে, কেউ যদি দীর্ঘদিন ধরে কোনও গুরুতর রোগের ওষুধ খান, তাহলে পালং শাকের রস শুরু করার আগে বিশেষজ্ঞের মতামত নেওয়াই বুদ্ধিমানের কাজ। সবশেষে বলা যায়, মাত্র ১৫ দিনের একটি ছোট অভ্যাস আপনার শরীর, ত্বক, ওজন ও রোগ প্রতিরোধ ক্ষমতার উপর দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সুস্থ জীবনের দিকে প্রথম পদক্ষেপ হিসেবে আজ থেকেই দৈনন্দিন রুটিনে পালং শাকের রস অন্তর্ভুক্ত করতে পারেন
জট ছাড়াতে মরিয়া ফেডারেশন, ১ কোটি দিয়ে ISL খেলতে হবে ক্লাবগুলোকে!
ISL Restart Plan: এ বছরের লিগ শুরু করতে ক্লাবগুলোকে ১ কোটি টাকা করে পার্টিসিপেশন ফি দেওয়ার কথা বলেছে ফেডারেশন। যেহেতু সময়ে শুরু করা যায়নি লিগ, ছোট ফর্ম্যাটে এ বছর আইএসএল শেষ করতে চাইছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। কিন্তু কমপক্ষে ২৪ ম্যাচ না খেললে এএফসির স্লট পাওয়া যাবে না।
ভিনদেশে ঢুকে প্রেসিডেন্টকে ‘অপহরণ’! ভেনেজুয়েলায় অভিযান চালানো মার্কিন ডেল্টা ফোর্সকে চিনুন
দুঃসাধ্য কাজ চোখের পলকে করে ফেলতে সক্ষম 'ডেল্টা'।
Trump Captures Nicolas Maduro: ১৯৬২ সালে ২৩ নভেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্ম হয় মাদুরোর। একেবারে সাদামাটা পরিবার। বাবা নিকোলাস মাদুরো গার্সিয়া ছিলেন শ্রমিক নেতা। নিজ দেশে পড়াশোনা, পরিবার সূত্রে রাজনীতির দিকে ঝোঁক। তবে পেটের টানে ১৯৯০-এর দিকে বাস চালকের কাজও করেছেন তিনি। ১৯৯২ সালে তিনি আসেন লাইমলাইটে। ওই বছরে ভেনেজুয়েলায় সামরিক অভ্য়ুত্থানের চেষ্টা চালিয়ে কারাবন্দি হয়েছিলেন সেনাকর্তা হুগো শাভেজ়।
Mausam Noor: সব ঠিকঠাক চলার পরও হঠাৎ কেন দল ছাড়লেন মৌসম?
প্রায় সাত বছর পর ঠিক বিধানসভা ভোটের আগে আবারও নিজের ঘরে মৌসম। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যোগদান করলেন মৌসম। কয়েকদিন আগেই মৌসমকে মালদহের কো-অর্ডিনেটরের (হবিবপুর-সুজাপুর) দায়িত্ব দিয়েছিল তৃণমূল। এমনকী,তিনি ছিলেন রাজ্যসভার সাংসদও। তবে সব অব্যাহতি দিয়ে ফের ‘ঘরে’ ফিরলেন ঘরের মেয়ে।
আচমকাই বিরতিতে নীরজ, এশিয়ান গেমসের আগে হঠাৎ কী হল ‘সোনার ছেলে’র?
সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস।
শুনানিতে বিএলএ ২ নিয়ে হয়নি সিদ্ধান্ত! এসআইআরে রাজ্য সরকারের ‘সহযোগিতা’মানল কমিশন
শুনানির সময় বিএলএ-২ কে ঢুকতে দেওয়ার দাবি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
Sandeshkhali: ভেঙে দেওয়া হল গাড়ি, পুলিশের উপর হামলা, এবার কাঠগড়ায় শাহজাহানের অনুগামী
Police: ভেঙে দেওয়া হয়েছিল ইডি অফিসারদের গাড়ি। এরপর ২০২৬ এর ৩ জানুয়ারি ঠিক দু'বছর পর আবার সেই ছবিই ফিরল সন্দেশখালিতে। গ্রামে শাহজাহান নেই তো কী! আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হামলার ঘটনা ঘটল ঠিক একইভাবে। এবার আক্রান্ত পুলিশ।
BLO Death |কোচবিহারে বিএলও-র মৃত্যু! এসআইআরের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, দাবি পরিবারের
পুন্ডিবাড়ি: ফের এক বিএলও-র আকস্মিক মৃত্যুকে (BLO Death) ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে (Cooch Behar)। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার-২ ব্লকের বাণেশ্বর গ্রামে। মৃতের নাম আশিস ধর। তিনি ইছামারি এলাকার ১০৩ নম্বর বুথের বিএলও ছিলেন। জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বিএলও আশিস ধর। পরিবারের লোকজন তাঁকে তড়িঘড়ি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে […] The post BLO Death | কোচবিহারে বিএলও-র মৃত্যু! এসআইআরের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, দাবি পরিবারের appeared first on Uttarbanga Sambad .
হৃতিকের শরীরে ২৫% বাঙালি রক্ত! কীভাবে বঙ্গ-যোগ বলিউডের ‘গ্রিক গডে’র?
ব্যক্তিগত থেকে পেশাদার জীবন হৃতিকের সবকিছুর সঙ্গে জুড়ে রয়েছে বঙ্গ-যোগ।
নিজেদের পরাজয় ঢাকতেই বিভিন্ন ভাবে চেষ্টা করে চলেছে পাক প্রশাসন।
Cricketer Mustafizur Rahman: মুস্তাফিজুরের বিকল্প কে হতে পারেন? ৫ পেসারের নাম ঘুরছে কেকেআর শিবিরে
Bangladeshi Cricketer: তাঁর বিকল্প হিসেবে রয়েছে ৫ জন ক্রিকেটারের। কেকেআরের নতুন বোলারের তালিকায় থাকতে পারেন জেসন বেহরেনডর্ফ এবং ফজলহক ফারুকি। দু’জনই মুস্তাফিজুরের মতো বাঁহাতি পেসার। আইপিএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে। মাঝের ওভার এবং ডেথ ওভারের জন্য কেকেআরের নজরে থাকতে পারেন রিচার্ড গ্লিসন ও রাইলি মেরেডিথ।
Suvendu Adhikari: পুলিশ আর আইপ্যাক ছাড়া তৃণমূলের সঙ্গে কেউ নেই, তোপ শুভেন্দুর
Suvendu on TMC: তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে শুভেন্দু বলেন, “তৃণমূলের সঙ্গে কেউ নেই। পুলিশ আর আইপ্যাক ছাড়া কেউ নেই। চোরেদের সঙ্গে কোনও মানুষ নেই। এবার সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। নন্দীগ্রামে রোজ চলবে।”
Recipe |আলু ছাড়াই কষা চিকেন খেতে চান? ট্রাই করুন অমৃতসরের জনপ্রিয় রেসিপি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছুটির দিন বা সপ্তাহে চিকেন রান্না বাঙালির হেঁসেলে হয়েই থাকে। তাই ঝোল বা ঝাল নয়, এবার বানিয়ে ফেলুন অমৃতসর স্টাইলের এই পদটি। দেখে মনে হতে পারে খুব ঝাল। কিন্তু স্বাদে অতুলনীয় এই রেসিপিটি সত্যিই আপনার মন জয় করে নেবে। গরম ভাত, রুটি, পরোটা বা নানের সঙ্গে এই রেসিপিটি খেতে পারেন। কী […] The post Recipe | আলু ছাড়াই কষা চিকেন খেতে চান? ট্রাই করুন অমৃতসরের জনপ্রিয় রেসিপি appeared first on Uttarbanga Sambad .
মুস্তাফিজ়ুরকে তাড়াতেই রেগে আগুন ইমাম অ্যাসোসিয়েশন, 'বিষোদগার' BCCI-এর বিরুদ্ধে !
Mustafizur Rahman : বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামতে চাইছে না। ২০২৬ আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুস্তাফিজ়ুর রহমানকে দলে নিয়েছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট সমর্থকরা স্পষ্ট জানিয়ে দেন যে মুস্তাফিজ়ুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স খেলালে তাঁরা আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট বয়কট করবেন। এই পরিস্থিতিতে বিসিসিআই কিছুটা হলেও পিছিয়ে আসে। শনিবার (৩ ডিসেম্বর) কলকাতা নাইট রাইডার্স ম্য়ানেজমেন্টকে নির্দেশ দেওয়া হয়, যত তাড়াতাড়ি সম্ভব মুস্তাফিজ়ুরকে যেন রিলিজ় করে দেওয়া হয়। কেকেআর ব্রিগেডও সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে। তারা একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে মুস্তাফিজ়ুরকে ছেড়ে দেয়। Mustafizur Rahman KKR Controversy: মুস্তাফিজ়ুরকে ছেড়ে দিলে ৯.২০ কোটি টাকা ফেরত পাবে কেকেআর? জেনে নিন IPL-এর নিয়ম ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই পদক্ষেপে রীতিমতো রেগে যায় ইমাম অ্যাসোসিয়েশন। এমনকী, এই ঘটনার নিন্দা করে একটি বিবৃতিও সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সর্বভারতীয় ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদি বললেন, 'নিলামের আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, বাংলাদেশি ক্রিকেটারদের খেলানো হবে না। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কারোর কাছেই অজানা নয়। এই সিদ্ধান্ত একান্তই হিন্দু-মুসলমান সম্প্রদায়ের ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। শাহরুখ খানকে আমি কোনও দোষ দেব না। বিসিসিআই-এর নিয়ম মেনেই উনি বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছিলেন।' KKR to Release Mustafizur Rahman: পাকিস্তানের পর এবার IPL-য়ে 'বয়কট' বাংলাদেশও! কী বলছে বিসিসিআই? #WATCH | Delhi: On BCCI asks KKR to release Bangladeshi cricketer Mustafizur Rahman, All India Imam Association President, Maulana Sajid Rashidi says, ... The decision to drop the Bangladeshi player should have been made before the auction, as they were aware of the situation in… pic.twitter.com/i1DpL6uWFa — ANI (@ANI) January 3, 2026 পাশাপাশি তিনি আরও যোগ করেন, 'এমন ঘটনার জন্য শাহরুখ খানকে (Shah Rukh Khan) শুধু শুধু গদ্দারের তকমা দেওয়া হচ্ছিল। যদিও নিলাম অনুষ্ঠানের সময় এমন কোনও বিধি-নিষেধ আরোপ করা হয়নি। আমার মনে হয়, গোটা বিষয়টাই জেনেশুনে করা হয়েছে।' Mustafizur Rahman KKR: ছাড়তে হবে 'বাংলাদেশি' মুস্তাফিজ়ুরকে, কড়া নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯.২ কোটি টাকাায় মুস্তাফিজ়ুরকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত নভেম্বর মাসে আয়োজিত আইপিএল মিনি অকশনে মুস্তাফিজ়ুর রহমানকে ৯.২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, নিলামের পরই গোটা পরিস্থিতি একেবারে বদলে যায়। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর ভারতীয় ক্রিকেট সমর্থকদের যথেষ্ট ব্যথিত করেছে। IPL 2026 Auction, Mustafizur Rahman News: মুস্তাফিজ়কে নিয়ে ভুল করল KKR? বাংলাদেশ প্রীতিই 'কাঁটা' হবে নাইট ব্রিগেডের! আর সেকারণেই তাঁরা কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খানের কাছে আবেদন করেছিলেন, মুস্তাফিজ়ুর রহমানকে যেন রিলিজ় করে দেওয়া হয়। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন। কলকাতা নাইট রাইডার্সকে তিনি নির্দেশ দিয়েছেন মুস্তাফিজ়ুর রহমানকে যেন রিলিজ় করে দেওয়া হয়। সেইসঙ্গে বাংলাদেশি এই পেস বোলারের রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে বেছে নেওয়া হয়। সেই নির্দেশই পালন করেছে কেকেআর ব্রিগেড।
মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি! বেঙ্গালুরুতে গ্রেপ্তার যুবক
প্রায় আড়াই সপ্তাহ পর গ্রেপ্তার অভিযুক্ত।

9 C