SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

Aditi Rao hydari: ফেক নম্বর থেকে ভয়ঙ্কর প্রতারণা! ভক্তদের সাবধান করলেন অদিতি

Aditi Rao hydari: অভিনেত্রী অদিতি রাও হায়দারি সম্প্রতি ভক্তদের সতর্ক করেছেন, হোয়াটসঅ্যাপে তার নামে ছদ্মবেশ ধারণকারী এক প্রতারককে নিয়ে। তিনি জানান, ওই ব্যক্তি তার ছবি ব্যবহার করে বিভিন্ন ফটোগ্রাফারদের ফটোশুটের প্রস্তাব পাঠাচ্ছে এবং নিজেকে অদিতি হিসেবে দাবি করছে। ইনস্টাগ্রামে পোস্ট করে অদিতি লিখেছেন, হ্যালো সবাই, আজ কয়েকজনের কাছ থেকে একটি বিষয় জানতে পেরে, আমি তা আপনাদের নজরে আনতে চাই। কেউ একজন হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে ফটোগ্রাফারদের ফটোশুটের বিষয়ে বার্তা পাঠাচ্ছে। এটি আমি নই। আমি কখনও ব্যক্তিগত নম্বর দিয়ে, কাজের যোগাযোগ করি না। কাজ সংক্রান্ত সমস্ত যোগাযোগ আমার টিমের মাধ্যমেই হয়ে থাকে। দয়া করে সেই নম্বরের সঙ্গে যোগাযোগ করবেন না। কোনো সন্দেহজনক কিছু পেলে আমার টিমকে জানান। যারা আমাকে সতর্ক করেছেন এবং আমার পাশে দাঁড়াচ্ছেন— তাদের সবাইকে ধন্যবাদ। ভালোবাসা, অদিতি।” Director Rajiv Rai: সেনা শাসনের ঝুঁকি! রাতের নিয়ম ভাঙায় গ্রেপ্তার হন অভিনেতারা ক্যারিয়ারের দিক থেকে, অদিতি এখন একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত। তিনি অভিনয় করছেন হিন্দি ছবি ‘পরিবারিক মনু রঞ্জন’ এবং ‘গান্ধী টকস’-এ। আন্তর্জাতিক পর্যায়ে তিনি যুক্ত আছেন সহ-প্রযোজনা ‘লায়নেস’-এ। এছাড়া, তিনি ইমতিয়াজ আলী নির্মিত নেটফ্লিক্স সিরিজ ‘ও সাথী রে’-তে অভিনয় করছেন, যেখানে তার সঙ্গে রয়েছেন অবিনাশ তিওয়ারি ও অর্জুন রামপাল। S S Rajamouli: টিজার লিক নিয়ে ঈশ্বরের প্রতি রোষ, নাস্তিক পরিচয়ে বিতর্কে পরিচালক রাজামৌলি বর্তমানে অদিতি রয়েছেন রাজেশ এম সেলভা পরিচালিত একটি অঘোষিত প্রজেক্টের শুটিং সেটে। তাকে শেষ দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বানসালির নেটফ্লিক্স সিরিজ ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, সঞ্জীদা শেখ, ফারদিন খান এবং ফরিদা জালাল। জনপ্রিয়তার কারণে নেটফ্লিক্স ইতিমধ্যেই সিরিজটির দ্বিতীয় সিজন ঘোষণা করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 1:53 pm

‘ছক্কা মারো আর ব্যাঙ্কে টাকা জমাও’, পন্থ-যশস্বীদের তুলোধোনা প্রাক্তন ইংরেজ তারকার

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরেছে ভারত।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 1:53 pm

Nitish Kumar: কবে শপথ নীতীশের? সামনে এল চূড়ান্ত দিনক্ষণ, সম্পত্তি পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে

Nitish Kumar: বিহারে এনডিএ-র বিপূল জয়ের পর, নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে জোরকদমে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। জানা গিয়েছে আগামী ১৯ তারিখে বিহার বিধানসভা ভেঙে দেওয়া হবে এবং ২০ তারিখে নতুন সরকার শপথ নেবে। নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন- কলকাতায় ফের টাকার পাহাড়! কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা বাজেয়াপ্ত ঘিরে তুমুল চাঞ্চল্য ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র ঐতিহাসিক জয়ের পর নতুন সরকারের বিধায়করা কী কী সুবিধা পাবেন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। এনডিএ মোট ২০২টি আসন জিতে একচ্ছত্র ক্ষমতায় এসেছে, যেখানে মহাজোটের আসন নেমে দাঁড়িয়েছে মাত্র ৩৫-এ। নতুন বিধায়কদের জন্য শপথ গ্রহণের পর থেকেই বিভিন্ন সরকারি সুবিধা কার্যকর হবে। নিয়ম অনুযায়ী, ভারতের প্রতিটি রাজ্য তার বিধায়কদের বেতন নিজেরাই নির্ধারণ করে। বিহারে বর্তমানে একজন বিধায়ক মাসিক প্রায় ৫০ হাজার টাকা মূল বেতন পান। বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রতি মাসে ২.১৫ লাখ টাকা বেতন পান। সেই সঙ্গে অন্যান্য ভাতাও অন্তর্ভুক্ত রয়েছে। আরও পড়ুন- ভয়ঙ্কর দুর্ঘটনা, সৌদিতে হজে গিয়ে কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যু, শোকপ্রকাশ ওয়েইসির নীতীশ কুমারের মোট সম্পত্তির পরিমাণ? ক্যাবিনেট সচিবালয় দফতরের প্রকাশিত নথি (৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত) অনুযায়ী, নীতীশ কুমারের মোট সম্পত্তির পরিমাণ ১.৬৪ কোটি টাকা। স্থাবর সম্পত্তি – ১৬.৯৭ লাখ টাকা নগদ অর্থ: ২১,০৫২ টাকা ব্যাংক আমানত: ৬০,৮১১ টাকা (প্রায়) অন্যান্য স্থায়ী আমানত এবং বিনিয়োগ মিলিয়ে মোট সম্পত্তি: ১৬.৯৭ লাখ টাকা অস্থাবর সম্পত্তি – ১.৪৮ কোটি টাকা পাশাপাশি রয়েছে ফ্ল্যাট ও জমি-জমা। পিটিআই সূত্রে জানা গেছে, তাঁর নামে দিল্লির দ্বারকায় একটি সমবায় আবাসন সমিতির ফ্ল্যাট রয়েছে। আরও পড়ুন- আজই মৃত্যুদণ্ড হাসিনার? ঢাকায় জারি হাই-অ্যালার্ট, হিংসা বন্ধে দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 1:51 pm

আমেরিকা থেকে বিপুল LPG আমদানির পথে ভারত, নয়া চুক্তিতে কমবে কি সিলিন্ডারের দাম?

এই চুক্তি প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 1:50 pm

Weekend trips: কলকাতার এত কাছে এ যেন স্বর্গ! কোলাহলহীন পাহাড়ি প্রান্তের অপার্থিব নীরবতায় মুন্ত্রমুগ্ধকর স্বস্তি!

Bengal nature tourism: কলকাতার ব্যস্ত জীবন থেকে একটু দূরে প্রকৃতির ছোঁয়া পেতে চাইলে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় আজ অন্যতম জনপ্রিয় গন্তব্য। মনোরম পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য, পুরুলিয়ার বিশেষ লাল মাটি আর শান্ত নির্জন পরিবেশ—সব মিলিয়ে জয়চণ্ডী পাহাড় হয়ে উঠেছে সপ্তাহান্তের আদর্শ ভ্রমণস্থল। কলকাতা থেকে মাত্র ৬ ঘণ্টার দূরত্বে হওয়ায় ঝটিকা সফরেও ঘুরে আসা যায় অনায়াসে। পুরুলিয়ার রঘুনাথপুরে অবস্থিত জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা প্রায় ৭০০ ফুট। বলা হয়, পাহাড়ের শীর্ষে ওঠার জন্য তৈরি হয়েছে প্রায় ৪৫০টিরও বেশি সিঁড়ি। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চোখে ভেসে ওঠে গ্রামের সবুজ, লাল মাটির রাস্তা, তাল–খেজুর গাছের সারি, আর দূরের পাহাড়ি রেখা। শীর্ষে পৌঁছলে সামনে খুলে যায় চারদিকে বিস্তৃত অপূর্ব প্রাকৃতিক দৃশ্য—যা প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের কাছে সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। আরও পড়ুন- weekend trip: চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি! জয়চণ্ডী পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পরিচিত নয়, এর সঙ্গে জুড়ে রয়েছে ইতিহাসও। একসময় এই পাহাড় ছিল বীরভূম–পুরুলিয়া অঞ্চলে ‘পঞ্চকোট রাজাদের’ দুর্গরক্ষার অন্যতম স্থান। আজও পাহাড় চূড়ায় পৌঁছে দেখা যায় ঐতিহাসিক দুর্গের কিছু ভগ্নাবশেষ, যা অতীতের গৌরবের সাক্ষ্য বহন করে। এছাড়াও, এখানেই শ্যুট হয়েছিল সত্যজিৎ রায়ের বিখ্যাত শিশু-কিশোর চলচ্চিত্র ‘হীরক রাজার দেশে’-র কিছু দৃশ্য। ফলে সিনেমাপ্রেমীদের কাছেও জয়চণ্ডী পাহাড়ের রয়েছে আলাদা আকর্ষণ। আরও পড়ুন- Weekend getaway: এবেলা গিয়ে ওবেলা ফিরুন! কলকাতার কাছেই কোলাহলমুক্ত অপরূপ এই প্রান্ত যেন লুকনো স্বর্গ! পাহাড় ঘোরার পাশাপাশি কাছেই রয়েছে অজোধানা গ্রাম, পঞ্চকোট রাজবাড়ি, মায়াবনী, এবং জয়চণ্ডী পাহাড় ইকো পার্ক—যা একদিনের সফরে আরও রঙিন অভিজ্ঞতা এনে দেবে। শীতকালে এখানের আবহাওয়া মনোরম, তাই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যটকদের ভিড় বাড়ে। আরও পড়ুন- এককথায় অনবদ্য! কলকাতার কাছেই অপূর্ব এই সমুদ্র সৈকতের অসাধারণ সৌন্দর্য্য মন জুড়োবেই যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাঁদের জন্য ট্রেকিংয়ের দারুণ সুযোগ করে দেয় জয়চণ্ডী পাহাড়। তবে পরিবার নিয়ে শান্ত পরিবেশে সময় কাটাতেও এটি অসাধারণ জায়গা। পরিষ্কার রাস্তা, নিরাপদ পরিবেশ ও উন্নত থাকার ব্যবস্থা থাকার কারণে কলকাতার মানুষ ক্রমেই বেশি করে পাড়ি জমাচ্ছেন এই পাহাড়ি গন্তব্যে। প্রকৃতির কোলে কয়েক ঘণ্টা কাটাতে চাইলে, ইতিহাসের ছোঁয়া খুঁজতে চাইলে কিংবা নিছক পাহাড়ের হাওয়া নিতে চাইলে—পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় একবার অবশ্যই ঘুরে দেখার মতো।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 1:48 pm

Sheikh Hasina Verdict: হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগেই ধানমন্ডির বাড়ির সামনে হাজির পে-লোডার! কী মতলব?

Dhanmondi House: শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে চলতি সপ্তাহ থেকেই উত্তপ্ত বাংলাদেশ। ঢাকা থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়ায় সাতটি বাস, ভ্যান ও অ্যাম্বুল্যান্সে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ককটেল বোমা ছোড়া হয়েছে বিভিন্ন রাস্তায়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বাড়িও ছাড় পায়নি।

টিভি 9 বাংলা 17 Nov 2025 1:47 pm

‘দ্রাবিড় যুগ’অতীত, সঙ্গকারাকে প্রধান কোচ ঘোষণা রাজস্থানের

নতুন দায়িত্ব নিয়ে কী বললেন তিনি?

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 1:37 pm

Bomb Threat |মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বাসভবনে বোমা হামলার হুমকি! তালিকায় একাধিক দক্ষিণি তারকাও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (MK Stalin) বাড়িতে বোমা হামলার হুমকি (Bomb Threat)। শুধু স্ট্যালিন নয়, একইভাবে বোমা হামলার হুমকি দেওয়া হয় অভিনেতা অজিত কুমার, অরবিন্দ স্বামী এবং অভিনেত্রী খুশবুর বাসভবনেও। এই হুমকি মেলকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, রবিবার রাতে এই হুমকি মেলটি পাঠানো হয় তামিলনাডুর ডিজিপির দপ্তরে। আর […] The post Bomb Threat | মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বাসভবনে বোমা হামলার হুমকি! তালিকায় একাধিক দক্ষিণি তারকাও appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 1:36 pm

Sheikh Hasina Verdict Live: চলছে রায়দান, ৪৫৩ পাতার রায় পড়ছেন বিচারপতি

ICT Verdict on Shiekh Haisna Today Live News Updates in Bengali: বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরীর ট্রাইবুন্যালে হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা সময়ের অপেক্ষা। ১ বছর ১ মাসের মাথায় বাংলাদেশের বুকে নিষ্পত্তি হতে চলেছে হাসিনার বিরুদ্ধে চলা মানবতাবিরোধী মামলার।

টিভি 9 বাংলা 17 Nov 2025 1:28 pm

SSC: দাগী হয়েও কীভাবে পরীক্ষায় বসতে পারলেন নীতীশ? এবার যুক্তি দিল কমিশন

SSC: এসএসসি-র বক্তব্য, স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, এই বছর ৩ এপ্রিল সম্মানীয় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেখানে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে।

টিভি 9 বাংলা 17 Nov 2025 1:27 pm

গায়কের প্যান্ট ধরে টান! ভারতে এসে বিপাকে একন

অনুরাগীদের চিল চিৎকারকে সঙ্গে করেই একের পর এক গান গেয়ে যাচ্ছিলেন একন। কিন্তু হঠাৎই বিপত্তি। স্টেজের একেবারে সামনে গিয়ে গান গাওয়ার সময়ই হেনস্থার শিকার হন শিল্পী। অনুরাগীরা এমনভাবে তাঁকে স্টেজ থেকে নামানোর চেষ্টা করে যে, রীতিমতো পড়েই যাচ্ছিলেন একন।

টিভি 9 বাংলা 17 Nov 2025 1:26 pm

Mehazabien Chowdhury | ২৭ লক্ষ টাকা আত্মসাত! আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর (Mehazabien Chowdhury) বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা (Arrest Warrant)। অভিযুক্ত মেহজাবীনের ভাইও। আদালতে দায়ের করা হয় মামলা। আইনি পথে হেঁটে রবিবার জামিন পেয়েছেন অভিনেত্রী ও তাঁর ভাই। কিন্তু কেন এত কিছু করতে হচ্ছে তাঁকে? প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, রবিবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট […] The post Mehazabien Chowdhury |২৭ লক্ষ টাকা আত্মসাত! আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 1:21 pm

SIR Fear |এসআইআর এর আতঙ্কে আত্মঘাতী! অভিষেকের নির্দেশে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন ঋতব্রত   

মানিকগঞ্জ: সোমবার এসআইআর এর আতঙ্কে আত্মঘাতী সাতকুড়ার কমলা রায়ের বাড়িতে গেলেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জলপাইগুড়ি জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে যান জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া এলাকার ৫২ বছর বয়সি মৃত কমলা রায়ের বাড়িতে। সেখানে গিয়ে মৃতের পরিবারের যাবতীয় অভিযোগ শোনেন। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন […] The post SIR Fear | এসআইআর এর আতঙ্কে আত্মঘাতী! অভিষেকের নির্দেশে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন ঋতব্রত appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 1:20 pm

‘অপ্টিমাস’ বদলে দেবে মানবসভ্যতার ইতিহাস, অত্যাধুনিক রোবট নিয়ে আত্মবিশ্বাসী মাস্ক

অপ্টিমাসকে প্রথম প্রকাশ্যে আনা হয়েছিল ২০২১ সালে।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 1:10 pm

Hot Shower vs Cold Bath: গরম নাকি ঠান্ডা, শীতকালে কোন জলে স্নান করলে আপনি থাকবেন সুস্থ? বিস্তারিত জানুন এখানে!

Hot Shower vs Cold Bath: শীতের শুরুতে অনেকের কাছেই সকালে স্নান করাটা যেন এক বড় চ্যালেঞ্জ। ঠান্ডা আবহাওয়া এমনিই শরীরকে আচ্ছন্ন করে রাখে, তার ওপর স্নানের জন্য কোন তাপমাত্রার জল ব্যবহার করাটা ঠিক হবে, তা নিয়ে দ্বিধা আছে অনেকেরই। অনেকেই গরম জল ব্যবহার করতে স্বস্তি বোধ করেন, আবার কেউ কেউ ঠান্ডা জলে স্নান করাকে স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করেন। কিন্তু বাস্তবে, শীতকালে কোন জল শরীরের জন্য সত্যিই ভালো—গরম, ঠান্ডা, নাকি মাঝামাঝি তাপমাত্রার জল? এই প্রশ্নের উত্তরই এই প্রবন্ধে বিস্তারিতভাবে তুলে ধরা হল। শীতে এমন জলে স্নান করুন শীতে গরম জলে স্নান করতে কার না ভালো লাগে! বাইরে ঠান্ডা হাওয়া, আর স্নানের সময় শরীরে গরম জলের উষ্ণ স্পর্শ মুহূর্তের মধ্যেই আরাম এবং শিথিলতার অনুভূতি এনে দেয়। তবে, গরম জলের কিছু সীমাবদ্ধতা রয়েছে যা না জানলে বিপদ হতে পারে। অনেকেই খুব গরম জল সরাসরি মাথা বা শরীরে ঢেলে দেন, যা মোটেও নিরাপদ নয়। অত্যধিক গরম জল শরীরের প্রাকৃতিক তেল বা ন্যাচারাল অয়েল নষ্ট করে দেয়। এর ফলে ত্বক শুষ্ক, খসখসে এবং সংবেদনশীল হয়ে পড়ে। শীতকালে এমনিতেই ত্বক বেশি শুষ্ক হয়ে যায়, আর গরম জল সেই সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত গরম জল রক্তনালিকাকে দ্রুত প্রসারিত করে কিছুক্ষণের জন্য মাথা ঘোরা বা দুর্বলতার অনুভূতিও আনতে পারে। আরও পড়ুন- রাশির বিরল পরিবর্তন, বিশেষ তিথিতে কার্তিক পুজো, কেন এবারের আরাধনাকে বিরাট শুভ মনে করা হচ্ছে? অন্যদিকে শীতকালে ঠান্ডা জল দিয়ে স্নান করার কথা ভাবলেই শরীরে শিরশিরে অনুভূতি আসে। গরমের দিনে ঠান্ডা জল সতেজ অনুভূতি এনে দিলেও শীতে এর উলটো প্রতিক্রিয়া হতে পারে। ঠান্ডা জল শরীরের তাপমাত্রা দ্রুত কমিয়ে দেয়, শরীরে কম্পন বাড়ায় এবং সর্দি-কাশি বা হাইপোথার্মিয়ার মত সমস্যার ঝুঁকি বাড়ায়। তাই শীতকালে ঠান্ডা জল মোটেও আদর্শ নয়। বিশেষ করে যাঁদের হাঁপানি, সাইনাস বা দুর্বল প্রতিরোধ ক্ষমতা, তাঁদের অবশ্যই ঠান্ডা জল এড়িয়ে চলা উচিত। আরও পড়ুন- প্রয়াণ দিবসে শ্রদ্ধা বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতার নানা অজানা দিক ফিরে দেখা মাঝারি বা হালকা গরম জল এখানে সেরা বিকল্প। এটি শরীরকে উষ্ণ রাখে, আবার খুব গরমও নয়। হালকা গরম জল ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বকের কোনও ক্ষতি করে না। সকালে স্নান করার সময় এই উষ্ণ জল শরীরকে আরাম দেয়, পেশী শিথিল করে এবং সারাদিনের ক্লান্তি কমায়। শীতকালে যাঁরা শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য হালকা গরম জলই সবচেয়ে নিরাপদ। এটি ত্বককে হাইড্রেটেড রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। রক্ত সঞ্চালন বাড়লে শরীর উষ্ণ থাকে, ব্যথা-বেদনা কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিছুটা বাড়ে। আরও পড়ুন- শ্বাসযন্ত্রকে শক্তিশালী করতে নিয়মিত খান এই ৬ খাবার! হালকা গরম জলে স্নান করলেও ঘুমের মান উন্নত হয়। শীতের দিনে সন্ধ্যাবেলা হালকা উষ্ণ জলে স্নান করলে পুরো শরীর শিথিল হয় এবং মন স্বস্তি পায়। যাঁরা সারাদিন ডেস্কে কাজ করেন বা শীতল পরিবেশে থাকেন, তাঁদের জন্য হালকা গরম জল একটি আয়ুর্বেদিক থেরাপির মত কাজ করে। আরও পড়ুন- এই সব মাছ খেয়ে কমান হৃদরোগ! সপ্তাহে মাত্র ২ বার খেলেই বিরাট উপকার প্রশ্ন হল, স্নানের জলের তাপমাত্রা কত হওয়া উচিত? সাধারণত শরীরের তাপমাত্রার কাছাকাছি বা তার থেকে সামান্য উষ্ণ জলে স্নান করাই স্নানের জন্য আদর্শ। এটা বোঝার সহজ উপায় হল—জলটা এমন গরম হবে, যাতে তা ছুঁয়ে আরাম লাগে, কিন্তু কোনও অস্বস্তি বা জ্বালা অনুভূত না হয়। শিশু, বয়স্ক মানুষ বা ত্বক সংবেদনশীল হলে জল আরও একটু কম গরম হওয়া উচিত। গরম জল ব্যবহার করলে স্নানের সময় কমিয়ে দেওয়াই ভালো। কারণ দীর্ঘ সময় গরম জলে থাকার ফলে ত্বক বেশি শুকিয়ে যেতে পারে। অন্যদিকে, মাথায় গরম জল না দেওয়াই ভালো। কারণ এটি মাথার ত্বক দুর্বল করে দেয়। চুলের গোড়া নরম করে দেয়। হেয়ার ফল সমস্যা বাড়িয়ে তুলতে পারে। শীতকালে চুল ধোয়ার জন্য সবসময় হালকা গরম বা সামান্য উষ্ণ গরম জল ব্যবহার করা উচিত। মোদ্দা কথা, শীতকালে স্নানের জন্য হালকা গরম জলই সবচেয়ে নিরাপদ, স্বাস্থ্যকর এবং আরামদায়ক। এটি শরীর, ত্বক, রক্ত সঞ্চালন এবং মানসিক স্বস্তি—সবই বজায় রাখে। তাই গরম ও ঠান্ডা জলের বিতর্ক সরিয়ে রেখে মাঝারি তাপমাত্রার জলকেই শীতকালে স্নানের জন্য বেছে নেওয়া উচিত।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 1:08 pm

Maubani Sarkar Wedding: 'জীবনের বিশেষ দিনে একে রঙে নয় নানা রঙে রঙিন হতে চাই', বিয়ে নিয়ে আর কী বললেন মৌবনী?

শেষ মুহূর্তের প্রস্তুতির চূড়ান্ত ব্যস্ততা... সত্যিই তাই, দম ফেলার সময় নেই। দু'রকমের প্রস্তুতি, একটা তো বিয়ে সংক্রান্ত বাহ্যিক কাজ আর একটা নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। কখনও ভীষণ আত্মবিশ্বাসী মনে হচ্ছে আবার কখনও প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ছি। আসলে নিজের বাড়িতে চোখ বন্ধ করেও জলের বোতলটা পেয়ে যাই। মা-বাবা, বোন সকলকে ছেড়ে একটা নতুন জায়গায় নতুনভাবে জীবন শুরুর জন্য তো মানসিকভাবে তৈরি হওয়ার একটা বিষয় থাকে। ম্যাজিক করে সব কাজ যদি হয়ে যেত, সেটা নিশ্চয়ই মনে হচ্ছে? ফোনের ওপারে মিষ্টি হাসি। সেটা হলে তো ভালই হত। আমার বাবা যেহেতু এই পেশার সঙ্গে যুক্ত তাই মনে হওয়াটাও খুব স্বাভাবিক। কিন্তু, বাবা বলেছে নো চিটিং। বাস্তব জীবনে বাস্তবসম্মতভাবেই সবটুকু করতে হবে। আর সেটাই হবে আসল ম্যাজিক। আরও পড়ুন '১৪ অক্টোবর কোর্টে ডেট ছিল আর আমরা...', শাশুড়ির মৃত্যু কী ভাবে জুড়ে দিল বাঙালি অভিনেত্রী রিয়ার ভাঙা সংসার? বিয়ের সাজে পাশ্চাত্যের ছোঁয়া থাকছে? পছন্দের কোনও নায়িকার অনুকরণে সাজার কোনও পরিকল্পনা? আমি আর আমার হবু বর আর দুই পরিবারই বাঙালিয়ানার প্রতি ভীষণ আশক্ত। সেই জন্যই বিয়ের রীতি থেকে সাজগোজ, খাওয়াদাওয়া সব কিছুতেই থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। আর আমি কারও মতো সাজতে চাই না বরং নিজের অনুভূতিটাকে সাজাতে চাই। রং বিষয়টা আমার খুব পছন্দ। বিভিন্ন রকমের রং খুব প্রিয়। আসলে সিনেমার পাশাপাশি তো ক্যানভাসেও কাজ করি। তাই আমার খুব ইচ্ছে জীবনের এই বিশেষ দিনে একটা রঙে নয়, নানা রঙে রঙিন হতে চাই। আর আমার সেই ইচ্ছেপূরের দায়িত্বটা মা-বোনের কাঁধে দিয়ে দিয়েছি। তাহলে বেনারসী ময়ূরকণ্ঠী রঙের? ওটার মধ্যে অনেক রঙ থাকে... না না, ওটা এখন বলা যাবে না। তাহলে তো বিয়ের সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে (ফোনের ওপারে হাসি)। বিয়ের মেনুতে নিজের পছন্দের কোনও আইটেম? বিয়ের মেনুতেও থাকছে বিশুদ্ধ বাঙালি খাবার। মাছে-ভাতে বড় হয়েছি, প্রতিটি বাঙালি খাবারই আমার ভীষণ পছন্দ। সেগুলোই বিয়ের মেনুতে রাখা হয়েছে। বাংলার বুকে বাঙালি বিয়ে, সেখানে মনপসন্দ বাঙালি খাবার থাকবে না সেটা তো ভাবাই যায় না। সকলকে নিয়েই তো বিয়ের আনন্দ, তাই প্রত্য়েকে যেন বাঙালি বিয়ের স্বাদ চেটেপুটে উপভোগ করতে পারে সেই দিকটা অবশ্যই মাথায় রাখা উচিত। তাই আমাদের মেনুতে যা রাখা হয়েছে প্রতিটি খাবার ট্রাডিশনাল ও মুখোরোচক। আরও পড়ুন সময়-সুযোগ পেলেই প্রপোজ করব, দেবদা যদি বিয়ে করে তাহলে যেন আমাকেই করে: স্যান্ডি সাহা মহিলা পুরোহিত দিয়ে বিয়ের লেটেস্ট ট্রেন্ড ফলো করবেন? আমার মতে নারী-পুরুষ সমান। পৌরহিত্যের ক্ষেত্রেও আমি কোনও বিভেদের কথা ভাবতেই পারি না। মর্ডান যুগে তো নারী-পুরুষ সমান, একসঙ্গে পায়ে পা মিলিয়ে চলছে। সেক্ষেত্রে যদি আমরা কোনওভাবে আলাদা স্টেটমেন্ট ক্রিয়েট করি সেটা বোধহয় ভাল হবে না। নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করে বলতে চাই, আমাদের বাড়ির পুজোয় যিনি পৌরহিত্য করেন তিনিই আমার বিয়ের দায়িত্বে আছেন। আরও পড়ুন কল্পনায় যতবার পার্টনারকে এঁকেছি ততবার প্রত্যাশা বেড়ে গিয়ে হতাশ হয়েছি: মৌবনী সরকার

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 1:06 pm

Jaffar Express |রেললাইনে বিস্ফোরণ, বালোচিস্তানে ফের হামলার লক্ষ্যবস্তু জাফর এক্সপ্রেস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বালোচিস্তানের নাসিরাবাদ জেলায় ফের হামলার লক্ষ্যবস্তু জাফর এক্সপ্রেস। তবে এ যাত্রায় বোমা বিস্ফোরণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ট্রেনটি। পাক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল জাফর এক্সপ্রেস। ট্রেনটি নাসিরাবাদের শহিদ আব্দুল আজিজ বুল্লো এলাকা দিয়ে যাওয়ার ঠিক পরই রেললাইনে বিস্ফোরণ হয়। যার ফলে ট্রেনের […] The post Jaffar Express | রেললাইনে বিস্ফোরণ, বালোচিস্তানে ফের হামলার লক্ষ্যবস্তু জাফর এক্সপ্রেস appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 1:02 pm

এপিলেপসি কি ছোঁয়াচে? সঠিক চিকিৎসা ও সচেতনতার বার্তা দিলেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ

১৭ নভেম্বর জাতীয় মৃগীরোগ দিবস হিসেবে পালিত হয়।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 1:01 pm

Post Office MIS: পোস্ট অফিসের কোন স্কিম আপনার ১৫ লক্ষের ক্যাপিটাল নিরাপদ রাখবে?

Post Office Scheme: এই অবস্থায় ভরসা জোগাচ্ছে পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম। সেই স্কিমের নাম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা POMIS। সরকারি গ্যারান্টির সঙ্গে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের আয় নিশ্চিত করে এই প্ল্যান।

টিভি 9 বাংলা 17 Nov 2025 12:59 pm

ইন্টারভিউর তালিকায় বহু ‘অযোগ্য’র নাম, SSC নিয়ে ফের হাই কোর্টে মামলা

আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 12:54 pm

মুখ্যমন্ত্রী স্ট্যালিন-সহ একঝাঁক দক্ষিণী তারকার বাড়িতে বোমা! হুমকি ইমেলে আতঙ্ক

তামিলনাড়ুর ডিজিপির অফিসে আসে এই হুমকি ইমেল।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 12:39 pm

হাত মেলালেন ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা, বিরল দৃশ্যের সাক্ষী ক্রিকেটবিশ্ব

এক বাসে সওয়ারি হয়ে মাঠেও গেল দুই দল।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 12:36 pm

Sheikh Hasina Verdict: আজই সব শেষ নাকি মহিলা বলে কি পার পেয়ে যাবেন শেখ হাসিনা?

Bangladesh Update: প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি হবে। তিন অভিযুক্তের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান পলাতক।

টিভি 9 বাংলা 17 Nov 2025 12:36 pm

Calcutta High Court |এসএসসির ইন্টারভিউ লিস্টে অযোগ্যদের নাম! হাইকোর্টে মামলা এক পার্ট-টাইম শিক্ষকের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এসএসসির একাদশ-দ্বাদশ ইন্টারভিউ লিস্টে নাম রয়েছে বহু অযোগ্যদের। ইতিমধ্যেই বেশ কিছু ‘দাগি’ শিক্ষকের নাম প্রকাশ্যে এসেছে যারা লিখিত পরীক্ষায় পাশ করে ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন। সেই তালিকায় রয়েছে রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা এডুকেশনের শিক্ষক নীতিশ রঞ্জন বর্মনের নাম। তাঁর নাম জ্বলজ্বল করছে এসএসসির ‘দাগি’দের তালিকায়। এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের কলেন […] The post Calcutta High Court | এসএসসির ইন্টারভিউ লিস্টে অযোগ্যদের নাম! হাইকোর্টে মামলা এক পার্ট-টাইম শিক্ষকের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 12:35 pm

Saudi Arabia Death: মদিনায় পুড়ল ভারতীয় হজ যাত্রীদের বাস, মৃত্যু হয়েছে অন্তত ৪২ জনের!

Hajj Pilgrims Burns in Medina: সৌদি আরবের পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রীই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, ফলে আগুন লাগার পর কেউই পালিয়ে যেতে পারেননি। এই বাসে ১১ জন মহিলা ও ১০ জন শিশুও ছিলে বলে খবর। গোটা বাসটি এমনি অগ্নিদগ্ধ হয়েছে যে মৃতদেহ শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।

টিভি 9 বাংলা 17 Nov 2025 12:34 pm

Gold Trader Murder Case |কোর্টের দরজায় প্রশান্ত

শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও এবার আগাম জামিনের আবেদন করলেন সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বারাসত আদালতের জেলা বিচারক শান্তনু ঝাঁ-এর এজলাসে জামিনের আবেদন করেছেন প্রশান্ত। ২৬ নভেম্বর আবেদনের শুনানি হবে। ওইদিন এজলাসের ৩১ নম্বরে রয়েছে প্রশান্তর আবেদন। আর সেই আবেদন ঘিরেই তদন্তের গতিপথ নিয়ে […] The post Gold Trader Murder Case | কোর্টের দরজায় প্রশান্ত appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 12:31 pm

Calcutta High Court: যোগ্যরা বঞ্চিত আর অযোগ্যরা পাশ? এবার SSC-র নয়া নিয়োগ পরীক্ষা নিয়েও মামলা হাইকোর্টে

Teacher recruitment scam: ফের বিতর্কে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সদ্য প্রকাশিত একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফল নিয়ে নতুন করে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অনেকে—যাদের পূর্ববর্তী তালিকায় ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল—তারা আবারও এই পরীক্ষায় বসেছেন এবং ফলাফলে তাঁদের নামও রয়েছে। মামলাকারীদের দাবি, ২০১৬ সালের বাতিল হওয়া এসএসসি প্যানেলে যাঁরা ‘অযোগ্য’ বলে অভিহিত হয়েছিলেন, তাঁদের বেশ কয়েকজন ২০২৫ সালের একাদশ–দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, তাঁদের কয়েকজন ইন্টারভিউয়ের জন্যও ডাকা হয়েছে। যা সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশের লঙ্ঘন বলেই অভিযোগ উঠেছে। আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, চিহ্নিত অযোগ্যদের আবেদন পরবর্তী পর্যায়ে বাতিল করা হবে। কিন্তু মামলাকারীদের বক্তব্য, নিয়মের ফাঁক গলে এই অযোগ্যদের অনেকে শুধু পরীক্ষায় অংশ নেননি, বরং পাশও করেছেন। তাঁদের নাম ফলাফলের তালিকায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আরও পড়ুন- SIR ফর্ম পূরণের সময় ভুল করেছেন? পেন-পেন্সিল দিয়ে কেটেছেন? 'দুর্ভোগ' এড়াতে পড়ুন এই খবর! এই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা মামলাটি গ্রহণ করেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানানো হয়েছে। মামলাকারীদের আরও অভিযোগ, অযোগ্যদের পুনরায় সুযোগ দেওয়া হলেও প্রকৃত যোগ্য চাকরি–হারানোদের অনেকেই তাঁদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ফলে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। আরও পড়ুন- South 24 Parganas News:দলীয় অভিমান না রাজনৈতিক কৌশল? ডাকাবুকো BJP নেত্রীর দলত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা! এসএসসি ইতিমধ্যেই একাধিক আইনি জটিলতায় জড়িয়ে ছিল। তার ওপর নতুন করে এই মামলা শিক্ষক নিয়োগের নিরপেক্ষতা এবং ন্যায্যতা নিয়ে আবারও বিতর্ক বাড়াল। এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রাজ্যের হাজারো শিক্ষক–প্রার্থী।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 12:27 pm

Bangladesh: দেখলেই চালাতে হবে গুলি, কেন এমন নির্দেশ?

এরপরই বাংলাদেশে জোর গুঞ্জন শুরু হয়েছে,হাসিনার পতন যে কারণে, সেই ভুলই ফের একবার করতে যাচ্ছে না তো ইউনূস সরকার? মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ, সোমবার হাসিনা সহ তিনজনের সাজা ঘোষণা করা হবে। হাসিনার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। অভিযোগ, জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টিভি 9 বাংলা 17 Nov 2025 12:10 pm

Director Rajiv Rai: সেনা শাসনের ঝুঁকি! রাতের নিয়ম ভাঙায় গ্রেপ্তার হন অভিনেতারা

Director Rajiv Rai: রাজীব রাই পরিচালিত ১৯৯২ সালের অ্যাকশন-থ্রিলার বিশ্বাত্মা ভারতীয় সিনেমার ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে। কারণ এটি ছিল প্রথম ছবি যার বৃহৎ অংশের শুটিং কেনিয়ায় সম্পন্ন হয়েছিল। নাইরোবি ও মোম্বাসার মনোরম লোকেশনে ছবির উল্লেখযোগ্য দৃশ্যগুলি ধারণ করা হয়। তবে বিদেশে শুটিংয়ের অভিজ্ঞতা যতটা রোমাঞ্চকর ছিল, ততটাই ঘটনাবহুলও। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক রাজীব রাই জানিয়েছেন, শুটিং চলাকালীন ছবির দুই অভিনেতাকে নাইরোবিতে গ্রেপ্তার করা হয়েছিল। দ্য ফ্রাইডে টকিজকে দেওয়া সাক্ষাৎকারে, আফ্রিকা বেছে নেওয়ার কারণ জানতে চাওয়া হলে রাজীব জানান, বিশেষ কোনও পরিকল্পিত কারণ ছিল না। গল্পের প্রয়োজনেই খলনায়কের বিদেশে পালানোর অংশ রাখা হয় এবং তাঁর মতে, আফ্রিকা তখন তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য শুটিং লোকেশন ছিল। তাছাড়া তাঁর সেখানকার কিছু ব্যক্তিগত যোগাযোগও ছিল, যা শুটিংয়ে সহযোগিতা করেছে। হারিয়ে গেল ছেলেবেলা, প্রয়াত বিখ্যাত টিভি লেখক পরিচালক পরে জানান যে নাইরোবির কঠোর নিয়মাবলী না মানায় দুই অভিনেতার বিপদে পড়তে হয়। সেখানে রাতের বেলায় শহরে হাঁটাহাঁটি করা নিষিদ্ধ ছিল এবং বিদেশিদের কাছে ডলার রাখাও নিয়মের বিরুদ্ধে। স্থানীয় নিয়ম অনুযায়ী, কেউ ডলারসহ ধরা পড়লে প্রাণনাশের ঝুঁকিও ছিল। সেই পরিস্থিতিতেই রাত আড়াইটার সময় দুই অভিনেতা নিয়ম ভেঙে বাইরে বের হন এবং পুলিশের হাতে আটক হন। ঘটনার পর রাজীব রাইয়ের ঘনিষ্ঠ স্থানীয় পরিচিতদের মাধ্যমে দুই অভিনেতাকে ছাড়া হয়। পরে পুরো ইউনিটকে সতর্ক করা হয়, যাতে তারা কোনো অবস্থাতেই রাতে বের না হন। রাজীব বলেন, আফ্রিকার সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ছিল সামরিক-শাসিত পরিবেশের মতো, যেখানে কঠোর নিয়ম ভঙ্গের ফল হতে পারত মারাত্মক। তাই বিদেশে শুটিং করতে গেলে স্থানীয় আইন-সংস্কৃতিকে সম্মান করেই চলতে হয়। Khesari Lal Yadav: রাজনীতির ময়দানে ভো-কাট্টা! বিরাট ব্যবধানে পিছিয়ে অভিনেতা কেশরী লাল যাদব সানি দেওল ও নাসিরুদ্দিন শাহ ছাড়াও ছবিতে অভিনয় করেন চাঙ্কি পান্ডে, সোনম, দিব্যা ভারতী, অমরীশ পুরি, রাজা মুরাদ ও জ্যোৎস্না সিং। বিশ্বাত্মা আজও ভারতীয় অ্যাকশন সিনেমার একটি স্মরণীয় অধ্যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 12:09 pm

লালকেল্লার সামনে কাশ্মীরি সমস্যার বোমা ফেটেছে! দিল্লি বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্য মেহবুবার

দেশজুড়ে 'বিষাক্ত পরিবেশ' তৈরির অভিযোগ করেন মুফতি।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 12:07 pm

‘আল্লা জীবন দিয়েছেন, তিনিই নেবেন, পরোয়া করি না’, রায়ের আগে অডিও বার্তা হাসিনার

আগামী দিনে বাংলাদেশে আওয়ামি লিগ আরও শক্তিশালী হবে বলেই আশা হাসিনার।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 12:02 pm

Weather Update |শীতের পথে বাঁধা! বাড়ল বঙ্গের তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের পথে বাঁধা! সোমবার সকালে ফের বাড়ল বঙ্গের তাপমাত্রা। পূবালি হাওয়ার জেরে এমন ছন্দপতন বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া (Weather Update) নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস? সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। হাওয়া বদল হবে রাজ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) ক্রমশ […] The post Weather Update | শীতের পথে বাঁধা! বাড়ল বঙ্গের তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 11:58 am

CV Ananada Bose: রাজভবনে বোমা খুঁজতে বম্ব স্কোয়াড ডাকলেন রাজ্যপাল

Raj Bhavan: শনিবার চঁচুড়ায় 'তৃণমূলের লিগ্যাল সেলের' একটি সভায় উপস্থিত হন সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকে একের পর এক 'বোমা' ফাটাতে থাকেন। প্রথমে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তারপর রাজ্যপালের 'ব্যালটে ভোট' দেওয়ার বক্ত্যবের প্রেক্ষিতে মন্তব্য করে বলেন, রাজ্যপালকে আগে বলুন যেন উনি বিজেপির ক্রিমিনালদের রাজভবনে ঠাঁই দেওয়া বন্ধ করেন।

টিভি 9 বাংলা 17 Nov 2025 11:55 am

Sheikh Hasina Verdict Live: বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি শুরু, আদালতের বাইরে মোতায়েন পুলিশ, সেনাবাহিনী

Sheikh Hasina Verdict Live: বাংলাদেশে উত্তেজনার পারদ চরমে। বহিষ্কৃত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করতে চলেছে। রায়ের আগে থেকেই দেশজুড়ে চরম অস্থিরতা। প্রতিবাদে আওয়ামী লীগ দেশব্যাপী সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছে, যদিও ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। ফলে পুরো দেশজুড়ে হাই-অ্যালার্ট জারি করা রয়েছে। এরই মধ্যে শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি সমর্থকদের রাস্তায় নেমে প্রতিবাদ আরও তীব্র করার আহ্বান জানিয়েছেন। রাজধানীতে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মহাম্মদ সাজ্জাদ আলী নির্দেশ দিয়েছেন, কেউ যদি পুলিশের ওপর হামলা চালায় বা হিংসায় উস্কে দেয়, তবে তাদের দেখা মাত্রই গুলি চালানো হবে। আরও পড়ুন- দলীয় অভিমান না রাজনৈতিক কৌশল? ডাকাবুকো BJP নেত্রীর দলত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা! নীতীশের শপথের চূড়ান্ত প্রস্তুতি, আজই পদত্যাগ, কোন ফর্মূলায় মন্ত্রীসভা গঠন? SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ভয়ঙ্কর দুর্ঘটনা, সৌদিতে হজে গিয়ে কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যু, শোকপ্রকাশ ওয়েইসির

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 11:55 am

Moubani Sorcar Love Story Exclusive: কল্পনায় যতবার পার্টনারকে এঁকেছি ততবার প্রত্যাশা বেড়ে গিয়ে হতাশ হয়েছি: মৌবনী সরকার

Moubani Sorcar Wedding: পার্টনারের খুঁজতে গিয়ে হতাশা 'আমি দীর্ঘদিন ধরে মনের মতো পার্টনার খোঁজার চেষ্টা করেছিলাম। বহুবার নিজের কল্পনায় পার্টনারকে এঁকেছি। কিন্তু, যতবার আমি এই কাজটা করেছি ততবারই প্রত্যাশা বেড়ে গিয়েছে। আমার ভাবনার সঙ্গে তাল মিলিয়ে সঙ্গী পাওয়া বাস্তবে সম্ভব নয় সেটা বুঝেছিলাম। শুধু তাই নয় প্রত্যাশা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন হতাশা আমাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। বাবা-মা আমাকে ওই পরিস্থিতি থেকে বাঁচিয়েছেন।' বাবা-মায়ের পরামর্শ 'ওঁরা আমাকে বোঝান এভাবে জীবনে চলা সম্ভব নয়, কাউকেই পছন্দ হচ্ছে না এটা হতে পারে না। বাবা-মা বলেছিলেন, তুমি আসলে কাউকে সুযোগটাই দাওনি। আমি ওঁদের কথা শুনে ভাবনায় পরিবর্তন আনি, যদিও সম্বন্ধ করে বিয়েতে একেবারেই বিশ্বাসী নই। সবসময় প্রেমের বিয়ের প্রতিই ঝোঁক ছিল। বাবা-মায়ের লাভ ম্যারেজ, ছোট থেকে সেটাই দেখেছি। বন্ধুবান্ধবদেরও দেখেছি ওঁরা প্রেমের বিয়েতে কত সুখী। আমারও ইচ্ছে হতো, তবে নিজের জীবন থেকে একটা শিক্ষা অর্জন করেছি। সেটা হল আমরা লাভ আর অ্যারেঞ্জ ম্যারেজ দুটোকে উত্তর আর দক্ষিণ মেরুর মতো আলাদা করে দেখি।' ভাবনায় বদল 'আমার মনে হয় যাঁরা লাভ ম্যারেজে বিশ্বাসী তাঁরা নিজের পছন্দ মতো একজন জীবনসঙ্গীকে খুঁজে নেয়। এরপর তাঁর সঙ্গেই পুরো জীবন কাটাতে অঙ্গীকারবদ্ধ। যখন আমি অ্যারেঞ্জ ম্যারেজের প্রসেসটায় এন্ট্রি নিলাম তখন বুঝলাম দুটো কিন্তু খুব একটা আলাদা নয়। বেশ কয়েকজন মানুষকে না বলার পর একজনকে হ্যাঁ বললাম। তখন নিজেরই মনে হল সবাইকে ছেড়ে কী ভাবে এই মানুষটাকে হ্যাঁ বললাম, নিশ্চয়ই আমি তাঁর মধ্যে কিছু একটা দেখেছি বা ভাল লেগেছে। সেটা কখন কীভাবে হল আজও বুঝতে পারি না।' আরও পড়ুন চুপিসারে সিঙ্গল টু মিঙ্গল, গোপনে কেন বিয়ের সিদ্ধান্ত জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপালির? প্রথম দেখা 'আমার মনে আছে আমি যেদিন প্রথমবার আমার হবু বরের সঙ্গে দেখা করি সেদিন আমি একদম চুপ ছিলাম। অথচ আমি সকাল থেকে রাত বকবক করি সেটা সকলে জানে। কিন্তু, সেদিন ও আমাকে বারবার বলছিল, তুমি কী কোনও কথা বলবে না? আসলে সেই মুহূর্তে মনের ভিতর উথাল পাতাল হচ্ছিল। তবে ওঁর সঙ্গে পরিচয় হওয়ার পর অ্যারেঞ্জ ম্যারেজ সম্পর্কে ধারণাটা আমার পুরো বদলে গিয়েছে। কার জীবনে কখন পার্টনার এসে যাবে, কোন পরিস্থিতিতে তাঁদের দেখা হবে সেটা কিন্তু, কারও হাতে নেই। তবে সম্বন্ধ করে বিয়ে হলেও খোলা আকাশের মতো যদি উদারতা দিয়ে উলটো দিকের মানুষটার মন পড়ার চেষ্টা করা হয় তখনই বোঝা যায় প্রকৃত পার্টনার সামনেই আছে।' মৌবনীর আকাঙ্খা 'এখন আমার আর হবু শ্বশুরবাড়ি দুই পরিবারই এক সুতোয় বাঁধা পড়েছে। আর দুই তরফই ভীষণ সাপোর্টিভ। তাঁরা আমার প্রতিভায় বিশ্বাসী। ওঁরা বিশ্বাস করেন আমি দেশের হয়ে, জাতির হয়ে ভাল কিছু একটা করব। আমিও তাঁদের প্রত্যাশা পূরণ করতে চাই, আমার কারণে যেন কখনও কেউ হতাশ না হয় সেই দিকে খেয়াল রাখব। প্রত্যেককে আমি যেন ভালবাসায় বেঁধে রাখতে পারি। বিয়ের পর সব দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। মা-ঠাম্মিদের দেখেছি সংসারে মহিলাদের গুরুত্ব ঠিক কতখানি।' আরও পড়ুন সই বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে মন খারাপ 'রাঙা বউ' শ্রুতির, কেন আড়ম্বরহীন জীবনের বিশেষ দিন? ভালবাসার স্টুডিওপাড়া 'অনেকেই ভাবেন ফিল্ম ইন্ডাস্ট্রি খুব খারাপ। কিন্তু, আমার কাছে ওটা খুব শান্তির জায়গা। প্রত্যেকে আমাকে খুব ভালবাসেন, স্নেহ করেন। বিয়ের শুভেচ্ছাবার্তায় আমার ফোনের মেসেজ বক্স উপচে পড়ছে। তাঁরা কিন্তু, অভিনেত্রী মৌবনী সরকারকে নয়, কাছের একজন মানুষকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে। যতটা ভালবাসা আমি সকলের থেকে পেয়েছি তার দ্বিগুণ আমি তাঁদের ফিরিয়ে দিতে চাই।' আরও পড়ুন 'কখনও বউ বলে মনে হয়নি', বিবাহবার্ষিকীতে মানালির 'মন কি বাত'

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 11:50 am

Saudi Arabia |সৌদি আরবে বাস-ট্যাংকার সংঘর্ষ, নিহত তেলেঙ্গানার ৪২ উমরাহ যাত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সৌদি আরবে বাস-ট্যাংকার সংঘর্ষে তেলেঙ্গানার ৪২ জন উমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাচ্ছিল উমরাহ যাত্রীবোঝাই একটি বাস। সেই সময় মুফরিহাটের কাছে ডিজেলবোঝাই ট্যাংকারের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রী নিহত হয়েছেন […] The post Saudi Arabia | সৌদি আরবে বাস-ট্যাংকার সংঘর্ষ, নিহত তেলেঙ্গানার ৪২ উমরাহ যাত্রী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 11:46 am

উমরাহ যাত্রায় ভয়াবহ দুর্ঘটনা, বাস-ট্যাঙ্কার সংঘর্ষে সৌদিতে মৃত্যু ৪২ ভারতীয়ের

মৃত ৪২ জন হায়দরাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 11:40 am

‘শ্বশুরবাড়িটাই মেয়েদের একমাত্র বাড়ি নয়’, লালুর পরিবারে ভাঙনের মধ্যে ‘বোন’রোহিণীর পাশে চিরাগ

চিরাগ জানিয়েছেন, এরকম পারিবারিক দ্বন্দ্বের শিকার হয়েছেন তিনি নিজেও।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 11:40 am

Sheikh Hasina verdict: আজই মৃত্যুদণ্ড হাসিনার? ঢাকায় জারি হাই-অ্যালার্ট, হিংসা বন্ধে দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ

Sheikh Hasina verdict : বাংলাদেশে উত্তেজনার পারদ চরমে। বহিষ্কৃত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করতে চলেছে। রায়ের আগে থেকেই দেশজুড়ে চরম অস্থিরতা। এর প্রতিবাদে আওয়ামী লীগ দেশব্যাপী সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছে, যদিও ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। ফলে পুরো দেশজুড়ে হাই-অ্যালার্ট জারি করা রয়েছে। আরও পড়ুন- West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি? এরই মধ্যে শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি সমর্থকদের রাস্তায় নেমে প্রতিবাদ আরও তীব্র করার আহ্বান জানিয়েছেন। বার্তা প্রকাশের পরপরই ঢাকার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর । রবিবার রাতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে দুটি বিস্ফোরণ হয়, আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে কারওয়ান বাজারে। সৌভাগ্যক্রমে কোনও হতাহতের খবর নেই। আরও পড়ুন- Abhishek Banerjee: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটারদের মন পেতে নয়া ট্যাকটিক্স অভিষেকের, ঘুম উড়ল বিজেপির রাজধানীতে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মহাম্মদ সাজ্জাদ আলী নির্দেশ দিয়েছেন, কেউ যদি পুলিশের ওপর হামলা চালায় বা হিংসায় উস্কে দেয়, তবে তাদের দেখা মাত্রই গুলি চালানো হবে। শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ—২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র বিক্ষোভ চলাকালীন হিংসাকে উস্কে দেওয়া ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করা। মামলার শুনানি শেষ হয় ২৩ অক্টোবর, এবং আজ সাজা ঘোষণা হবে। আরও পড়ুন- West Bengal News Updates: পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ, 'কার দালালি করছে' প্রশ্ন মমতা ঘনিষ্ঠ মন্ত্রীর বন্ধের প্রভাবে রবিবার বাংলাদেশের অনেক শহরে জনজীবন কার্যত স্তব্ধ। রাস্তাঘাট ফাঁকা, বাজার-দোকান কার্যত বন্ধ রয়েছে। দলীয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন গোপন আস্থানা থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন। এদিকে শেখ হাসিনা তার বিরুদ্ধে অভিযোগগুলি ‘মিথ্যা’ বলে দাবি করেছেন। তবে রায়ের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি যে ক্রমেই সংকটের দিকে এগোচ্ছে, তা পরিষ্কার।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 11:34 am

Sheikh Hasina verdict |‘মা’কে মৃত্যুদণ্ডই দেবে ওরা, তা নিয়ে চিন্তিত নই’, রায় ঘোষণার আগে বললেন হাসিনা-পুত্র জয়    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জুলাই গণহত্যার মামলায় সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল। হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ‘সুনির্দিষ্ট পাঁচটি’ অভিযোগে বিচার শুরু করে ট্রাইবিউনাল। এই মামলায় সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। রায় ঘোষণার আগে আমেরিকা থেকে বার্তা দিলেন হাসিনা পুত্র সাজীব ওয়াজেদ জয়। কর্মসূত্রে আমেরিকাতেই থাকেন তিনি। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে […] The post Sheikh Hasina verdict | ‘মা’কে মৃত্যুদণ্ডই দেবে ওরা, তা নিয়ে চিন্তিত নই’, রায় ঘোষণার আগে বললেন হাসিনা-পুত্র জয় appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 11:33 am

SIR ফর্ম পূরণের সময় ভুল করেছেন? পেন-পেন্সিল দিয়ে কেটেছেন? 'দুর্ভোগ' এড়াতে পড়ুন এই খবর!

SIR form correction: রাজ্যজুড়ে দ্রুত গতিতে চলছে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা বা এসআইআর (SIR) প্রকল্পের কাজ। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করাতে ব্যস্ত ব্লক লেভেল অফিসাররা (BLO)। তবে ফর্ম পূরণের সময় বহু ভোটারই ভুল করে ফেলছেন—কখনও ভুল তথ্য লেখা, কখনও অক্ষর বাদ পড়ে যাওয়া। ফলে বাধ্য হয়েই সেই ভুল অংশ কাটতে বা হোয়াইটনার দিয়ে সংশোধন করতে হচ্ছে। এক্ষেত্রে কীভাবে সংশোধন করবেন—সেই স্পষ্ট নির্দেশিকা জানাল নির্বাচন কমিশন। ফর্মে ভুল হলে কী করবেন? টিভি৯ বাংলা রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীকে ঊদ্ধৃত করে জানিয়েছে, SIR ফর্ম পূরণের সময় ভুল হলে সেই ভুল জায়গাটি একটি পেন দিয়ে একটানা লাইনে কাটতে হবে। ভুল অংশ কাটার পর ঠিক তথ্য বা অক্ষরটি পাশে লিখতে হবে এবং তার ঠিক নীচে বা পাশে সংশোধনকারীর সই থাকতে হবে। আরও পড়ুন- South 24 Parganas News:দলীয় অভিমান না রাজনৈতিক কৌশল? ডাকাবুকো BJP নেত্রীর দলত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা! তিনি আরও জানান, প্রত্যেক আবেদনকারীকেই এসআইআর-এর দুটি অ্যানেক্সার ফর্ম দেওয়া হচ্ছে। যে ফর্মে কম ভুল হবে সেটি জমা দেবেন BLO-কে। যে ফর্মে বেশি ভুল হবে, সেটি সংশোধন করে নিজের কাছে রেখে দিতে পারেন। BLO–দের ক্ষোভ বাড়ছে রাজ্যজুড়ে সমীক্ষা দ্রুত গতিতে এগোলেও কাজের চাপ বাড়ছে BLO–দের ওপর। অভিযোগ, তাঁদের নিয়মিত দপ্তরীয় দায়িত্বের পাশাপাশি বাড়ি বাড়ি সমীক্ষার কাজ সামলাতে হচ্ছে। ফলে অতিরিক্ত কর্মচাপের কারণে বিভিন্ন এলাকায় BLO–দের বিক্ষোভ দেখা যাচ্ছে। আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল সোমবার কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের দল এসবের মধ্যেই সোমবার রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেই তাঁরা এসআইআর–এর অগ্রগতি, সমীক্ষা সংক্রান্ত সমস্যাবলি এবং মাঠপর্যায়ে BLO–দের কাজের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন। আরও পড়ুন- West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি?

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 11:32 am

SSC: সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তালিকায় নাম অযোগ্যের! SSC-র ২০২৫ একাদশ দ্বাদশের ফল প্রকাশের পরই ফের মামলা হাইকোর্টে

HC On SSC: মামলাকারীর বক্তব্য, একাদশ দ্বাদশের ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে, বেশ কয়েকজন অযোগ্যের নাম রয়েছে তালিকায়। এমনকি তাঁদের কয়েকজন ইন্টারভিউতেও ডাক পেয়েছেন। শুধু তাই নয়, একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষকদের নামেক তালিকায় নাম রয়েছে ক্লার্কদেরও।

টিভি 9 বাংলা 17 Nov 2025 11:28 am

SBI Online Transaction: বন্ধ হচ্ছে State Bank Of India-এর এই সুবিধা, এবার চাপ পড়তে পারেন আপনিই!

State Bank Of India Online Transaction, mCash: OnlineSBI ও YONO Lite প্ল্যাটফর্মে mCASH পরিষেবাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে, ডিসেম্বরের ১ তারিখ থেকে মোবাইল নম্বর বা ইমেল আইডি ব্যবহার করে টাকা পাঠানো বা ক্লেম করা যাবে না।

টিভি 9 বাংলা 17 Nov 2025 11:24 am

Abhishek Banerjee: সুজন-অধীরদের পিছনে ফেলে ‘জিতে’ গেলেন অভিষেক

ইতিমধ্যেই মতুয়াদের আন্দোলনে পৌঁছে গিয়েছেন বাম-কংগ্রেস। আর এবার ময়দানে তৃণমূল। মমতাবালা ঠাকুরের সঙ্গে আগেই কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর চিঠি নিয়ে অনশন মঞ্চে যান তৃণমূল কর্মীরা তারপরই সন্ধে অনশনের প্রত্যাহার নিল মতুয়া মহাসংঘ।

টিভি 9 বাংলা 17 Nov 2025 11:17 am

Entertainment Latest Live News Updates: যেভাবে প্রেম হল গৌরব-রিধিমার...

Entertainment Latest Live News Updates: Gaurav Chakraborty-Riddhima Ghosh: প্রথম দেখাতেই প্রেম? নাকি ভালবাসার মানুষের বাবাকে দেখে কোনও অভিব্যক্তি প্রথমেই চলে আসে? গৌরব এবং রিধিমার প্রেমের গল্প অনেকেই জানেন। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাঁদের প্রেম এবং তারপর তাঁদের বিয়ে। কিন্তু, প্রথম প্রেমের শুরুটা তাঁদের কীভাবে হয়েছিল?

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 11:14 am

Nehal Wadhera Catch Controversy: পাকিস্তান ম্য়াচে কেন বাতিল নেহালের ক্যাচ? কী বলছে ICC-র নিয়ম?

India vs Pakistan: ২০২৫ যুব এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের (IND A vs PAK A) এ ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচটি গত রবিবার (১৬ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় আয়োজন করা হয়। এই ম্য়াচে পাকিস্তান ৮ উইকেটে জয়লাভ করেছিল। যদিও এই ম্য়াচে নেহাল বঢেরা (Nehal Wadhera) এবং নমন ধীরের একটি ক্যাচ নিয়ে যথেষ্ট বিতর্ক হয়। একেবারে ক্লিন ক্যাচ নেওয়ার পরও পাকিস্তানের ব্যাটার মাজ় শাদাকতকে আউট দিতে রাজি হননি অন-ফিল্ড আম্পায়ার। এমনকী, শাদাকত নিজেই প্যাভিলিয়নের উদ্দেশে রওনা দিয়েছিলেন। শেষপর্যন্ত, আম্পায়ার তাঁকে মাঠের মধ্যে থাকার নির্দেশ দেন। শেষপর্যন্ত জায়ান্ট স্ক্রিনে নট আউটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। আবারও ব্যাট করার জন্য ফিরে আসেন শাদাকত। India vs Pakistan: লাইভ ম্যাচে ভয়ঙ্কর ঝামেলা, আম্পায়ারের সঙ্গে তুলকালাম জীতেশের! কারণটা জানেন? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তান ইনিংসের দশম ওভারে ইন্ডিয়া এ দলের হয়ে বল করতে এসেছিলেন সূয়শ শর্মা। ওভারের প্রথম বলেই মাজ় শাদাকত মিড উইকেট এবং লং অনের উপর দিয়ে বড় শট হাঁকাতে যান। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ছিলেন নেহাল বঢেরা। তিনি দৌড়তে দৌড়তে এসে ক্যাচটা তালুবন্দি করেন। কিন্তু, যখন নেহাল বুঝতে পারেন যে তাঁর পা বাউন্ডারি লাইন স্পর্শ করবে, ঠিক সেইসময় বলটাকে তিনি সতীর্থ নমন ধীরের দিকে ছুড়ে দেন। নমন বলটাকে সহজেই ক্যাচ ধরেন। এরমধ্যে কোনও ভুল ছিল না। কিন্তু, এরপরও কেন আম্পায়ার আউট দিলেন না? আসুন, জেনে নেওয়া যাক আইসিসি-র নিয়মাবলী। IND vs PAK Controversy: শোধরাবে না পাকিস্তান, ভারতের সামনে ফের 'অসভ্য' ইঙ্গিত কী বলছে ICC-র নিয়ম? ক্যাচ নেওয়ার পরও 'আউট' না দেওয়ার ব্যাপারে সম্প্রতি MCC-র পক্ষ থেকে এক নয়া নিয়ম লাগু করা হয়েছে। আর এই নিয়মের কারণেই রবিবাসরীয় ম্য়াচে আউট হলেন না মাজ় শাদাকত। নিয়মাবলীর ১৯.৫.২ ধারা অনুসারে, যদি কোনও ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে হাওয়ায় লাফ দেওয়ার পর বলটাকে দ্বিতীয়বার স্পর্শ করে, তাহলে তাঁকে নির্দিষ্ট সীমারেখার (land inside the field of play) মধ্যেই পা ফেলতে হবে। এই নিয়মটি রিলে ক্যাচ অর্থাৎ একজন ফিল্ডার যদি অন্য ফিল্ডারের হাতে বল পাঠিয়ে দেন, সেক্ষেত্রে এই একই নিয়ম প্রযোজ্য হবে। Ashutosh Sharma Out Controversy: আদৌ আউট ছিলেন আশুতোষ? পাকিস্তানের বিরুদ্ধে 'চোরামি'র শিকার ভারতীয় ব্যাটার যদি ওই ক্যাাচ সম্পূর্ণ করার আগে প্রথম ফিল্ডার মাঠের মধ্যে প্রবেশ করতে না পারেন, সেক্ষেত্রে শটটা চার কিংবা ছয় রান হিসেবেই ধরা হবে। যদিও দ্বিতীয় ফিল্ডার ক্যাচটি তালুবন্দি করেন। ভারত বনাম পাকিস্তান ম্য়াচে নমন ধীর যতক্ষণে ক্যাচটা ধরেছিলেন, ততক্ষণের মধ্যে নেহাল মাঠের মধ্যে পুনরায় প্রবেশ করতে পারেননি। আর সেকারণেই তৃতীয় আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত জানিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 11:14 am

Bihar |বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠান বিহারে, ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে (Bihar) বিপুল সংখ্যক আসনে জিতে ক্ষমতায় এসেছে এনডিএ (NDA)। জানা গিয়েছে, বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Elections) জয়ের পর এবার নতুন এনডিএ সরকার ২০ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার শপথ নিতে চলেছে। পাটনার (Patna) গান্ধি ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। ফের মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)? রাজনৈতিক মহলের একাংশ মনে […] The post Bihar | বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠান বিহারে, ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 11:14 am

Kartik Puja 2025: রাশির বিরল পরিবর্তন, বিশেষ তিথিতে কার্তিক পুজো, কেন এবারের আরাধনাকে বিরাট শুভ মনে করা হচ্ছে?

Kartik Puja 2025: বাংলা সংস্কৃতিতে কার্তিক পূজো এক বিশেষ স্থান দখল করে আছে। বহু ঘরে এখনও বিশ্বাস করা হয় যে ভগবান কার্তিক পুত্রপ্রদানকারী দেবতা। কিন্তু সত্যিই কি তিনি শুধুই সন্তান লাভের দেবতা? তাঁর পূর্ণ পরিচয় কি এতটাই সীমাবদ্ধ? পুরাণ, তন্ত্রগ্রন্থ ও আঞ্চলিক ঐতিহ্য বিশ্লেষণ করলে দেখা যায়—কার্তিক মূলত শৌর্য, তেজ, কামকলার দক্ষতা, পুরুষ সৌন্দর্য, যুদ্ধবিদ্যা ও বিজয়ের দেবতা, যাঁর রূপ ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে পূজিত হয়। নানা পরিচয়ে উদ্ভাসিত কার্তিক কার্তিক দেবতার পরিচয়ের মধ্যে রয়েছে বহু স্তর। দক্ষিণ ভারতে তিনি মুরুগন বা সুব্রহ্মণ্যস্বামী নামে পরব্রহ্মস্বরূপ। আবার বাংলায় তিনি অবিবাহিত এবং দেবী ষষ্ঠী—যিনি দুর্গার অংশ—কার্তিকের মাতৃরূপেই পূজিত। অন্যদিকে দক্ষিণ ভারতীয় পুরাণ অনুসারে তাঁর দুই পত্নী—দেবসেনা ও বল্লী। দেবসেনা-ই বাংলায় ষষ্ঠীর রূপ বলে মনে করা হয়। শুধু তাই নয়, মনে করা হয় যে কার্তিকের ছয়টি মাথা। এই ভিন্নধর্মী উপস্থাপনাগুলোই বোঝায়—কার্তিক এক্সক্লুসিভভাবে কোনও এক ভূমিকায় সীমাবদ্ধ নন। তিনি বহুস্তরীয় শক্তির আধার। আরও পড়ুন- প্রয়াণ দিবসে শ্রদ্ধা বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতার নানা অজানা দিক ফিরে দেখা কার্তিকের জন্মগাথা পুরাণে অত্যন্ত চিত্তাকর্ষক। মহাদেব ও পার্বতীর মিলনে তাঁর সৃষ্টি হলেও জন্মের সঙ্গে সঙ্গেই অগ্নিদেব তাঁকে হরণ করেন। কিন্তু অগ্নিও তাঁর তেজ সহ্য করতে পারেননি। তাই শিশুটিকে অগ্নি নিক্ষেপ করেন গঙ্গায়। সেই থেকেই কার্তিক 'অগ্নিপুত্র' নামে পরিচিত। পরে গঙ্গা তাঁকে ছয়জন কৃতিকা বা নক্ষত্র মাতার হাতে তুলে দেন। ছয় মাতার দুধ পান করতে গিয়ে তাঁর ছয়টি মুখের উৎপত্তি হয়—এ কারণেই তিনি ষড়ানন। আরও পড়ুন- শ্বাসযন্ত্রকে শক্তিশালী করতে নিয়মিত খান এই ৬ খাবার! পার্বতী তাঁর নাম রাখেন স্কন্দ, অর্থাৎ যিনি অপ্রতিরোধ্য তেজে এগিয়ে যান। আবার মহাপরাক্রমী তারকাসুর বধের কারণে তিনি তারকান্তক নামে পরিচিত হন। দেবতাদের সেনাপতি–রূপে তাঁর প্রতিষ্ঠা যুদ্ধকলায়। যা তাঁর অসম্ভব দক্ষতাকে তুলে ধরেছে। ভারতীয় উপকথায় তাঁকে, 'শূরদের শিরোমণি' বলা হয়। কিন্তু তাঁর জীবনেও ছিল গভীর বেদনা। জন্মের মুহূর্তে হরণ, অগ্নির ত্যাগ, গঙ্গার পরিত্যাগ, আবার কৃতিকা মায়েদেরও ছাড়তে হয় অস্ত্রশিক্ষার জন্য। শৈশব থেকেই তাই তিনি এক অদম্য বীর, কিন্তু একইসঙ্গে একাকী যোদ্ধা। আরও পড়ুন- এই সব মাছ খেয়ে কমান হৃদরোগ! সপ্তাহে মাত্র ২ বার খেলেই বিরাট উপকার তারকাসুর বধের পর যখন দেবতারা তাঁকে আশীর্বাদ করছিলেন তখন শিব তাঁকে বর দেন—'তুমি জগতের সবকিছু ভোগ করবে'। তখন এই বর-প্রভাবেই দেবপত্নীরা তাঁর প্রতি আকৃষ্ট হন। দেবলোকের এই পরিস্থিতি তাঁকে অস্বস্তিতে ফেলে এবং তিনি নীরবে উত্তরভারত ছেড়ে দক্ষিণে শ্বেতপর্বতে আশ্রয় নেন। সেখানেই তিনি মুরুগন রূপে অসুরদমন ও জ্ঞানদানের মাধ্যমে দেবত্বের নতুন মাত্রা লাভ করেন। একটি পুরাণকাহিনি অনুযায়ী, দক্ষিণে তিনি নাকি মহাদেবেরই দীক্ষাগুরু হয়েছিলেন। আরও পড়ুন- কেনার দরকার নেই, এই সবজি দিয়েই ঘরে বানান দুর্দান্ত ফেসওয়াশ, মুখ হবে ঝলমলে! এই কারণে দক্ষিণ ভারতে কার্তিক শুধুই সন্তানপ্রদানকারী বা কামকলার দেবতা নন—তিনি পরব্রহ্ম, তেজস্বী, যোদ্ধাদের দেবতা এবং জ্ঞানদাতা। কিন্তু বাংলায় সময়ের সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে এক ধরনের হালকা মজা, ব্যঙ্গ, উপহাস তৈরি হয়েছে—'ক্যালানে কার্তিক' শব্দবন্ধ তারই উদাহরণ। লোকসংস্কৃতির অংশ হলেও এই ভাবমূর্তি তাঁর প্রকৃত মহিমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলার পতিতাপল্লীগুলোতে কার্তিক পূজোর প্রচলনও এসেছে তাঁর কামকলার প্রতীকরূপে পরিচিতি থেকে। তবে তাঁর পূজার মূল তত্ত্ব—শৌর্য, শক্তি, পবিত্রতা, যুদ্ধবিদ্যা, বিজয় এবং সৌন্দর্য। কার্তিক পূজোর সময়ও জ্যোতিষশাস্ত্রনির্ভর। সূর্য যখন তুলা থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেন, অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনে, পালিত হয় এই পূজো। ২০২৫ সালে সূর্যরাশি পরিবর্তন হয়েছে ১৬ নভেম্বর দুপুর ১:৩৮-এ। পঞ্জিকা অনুযায়ী, কার্তিক পূজোর শুভ সময়— ১৭ নভেম্বর বিকেল ৫:০৮ থেকে ৬:৪৮ এবং রাত ৮:১৫ থেকে ১০:১১। এবার সূর্যের এই বিরল রাশি পরিবর্তন এবং কার্তিক তত্ত্বের গভীরতার কারণে ২০২৫-এর কার্তিক পূজোকে বিশেষ শুভ কালে বলে মনে করা হচ্ছে। বহু জ্যোতিষ, পঞ্জিকা প্রণেতা এবং পূজারি মনে করছেন—এই যোগ শতাধিক বছরে একবার আসে। এই বিরল সংযোগে কার্তিকের শক্তি, স্কন্দের তেজ, মুরুগনের জ্ঞান এবং বাংলার লোকবিশ্বাসের মঙ্গল একইসঙ্গে মিলিত হয়েছে। তাই এই কার্তিক পূজো এবার বিশেষ পূণ্যদায়ক বলেই বিশ্বাস।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 11:14 am

যৌন সুড়সুড়ি দেওয়া ‘হাউস অ্যারেস্ট’বিতর্ক অতীত, নতুন করে আইনি বিপাকে এজাজ

পুলিশ প্রায় ঘণ্টাতিনেক জিজ্ঞাসাবাদ করে তাঁকে।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 11:09 am

ইডেনে হারের পর টিমকে ‘ধমক’গম্ভীরের, সিরিজ জয়ের লক্ষ্যে পেপটক দিলেন বাভুমা

'ভারত নিজেদের জালে নিজেরাই আটকে গিয়েছে', বলছে প্রোটিয়া শিবির।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 11:06 am

Bangladesh: ‘বিরাটি থাকতাম, এদেশের কাগজপত্র কিছু নেই…’, লোটা-কম্বল নিয়ে বর্ডারে দাঁড়িয়ে প্রায় ৩০০ বাংলাদেশি

বারোটা রাজ্যে এসআইআর (SIR) লাগু হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়া চলছে। তার মধ্যেই দেখা গেল এই ছবি। এক সময় বাংলাদেশিরা বেআইনিভাবে ভারতে ঢুকে বসবাস করত। এবার তারা SIR এর ভয়ে বাংলাদেশে ফেরার হিড়িক পড়েছে।

টিভি 9 বাংলা 17 Nov 2025 11:05 am

Bangladesh |হাসিনা মামলার রায়দানের আগে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার বাংলাদেশের (Bangladesh) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে (ICT Verdict) সেদেশের প্রাক্তন প্রধান মন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার প্রস্তুতি চলছে। এই ঘটনায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। তার আগেই রবিবার রাত থেকে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা। যদিও এখনও বিস্ফোরণের জেরে কোনও হতাহতের খবর মেলেনি। তবে ঢাকা এবং সংলগ্ন এলাকাগুলিতে কড়া নিরাপত্তায় মুড়ে […] The post Bangladesh | হাসিনা মামলার রায়দানের আগে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 10:56 am

Sheikh Hasina: ভারতের আশ্রয়ে হাসিনা, আদালত ফাঁসির সাজা দিলে কী করবে বাংলাদেশ?

Sheikh Hasina: মামলা চলাকালীন একাধিকবার নোটিস জারি করার পরও হাজিরা দেননি শেখ হাসিনা। এবার প্রশ্ন হল, আজ যদি বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেয়, তাহলে কীভাবে সেই শাস্তি দেওয়া হবে তাঁকে?

টিভি 9 বাংলা 17 Nov 2025 10:56 am

Weather Update: আগামী চার দিনেই বদলাবে হাওয়া! নভেম্বরের শেষ সপ্তাহেই শীত কি জাঁকিয়ে?

West Bengal Kolkata Weather Updates: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আপাতত সেটা শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। তবে তার জেরে বাংলায় কোথাও বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

টিভি 9 বাংলা 17 Nov 2025 10:51 am

South 24 Parganas News:দলীয় অভিমান না রাজনৈতিক কৌশল? ডাকাবুকো BJP নেত্রীর দলত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা!

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ব্লকের বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঙ্গীতা হালদার মন্ডল বিজেপি ছাড়ার ঘোষণা করতেই উত্তাপ ছড়াল স্থানীয় রাজনীতিতে। দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন। অভিযোগ, এলাকার নানা সমস্যা নিয়ে বহুবার জেলা ও রাজ্য নেতৃত্বকে জানালেও কোনও সাড়া মেলেনি। ফলে ক্ষোভ ক্রমশ বাড়ছিল তাঁর মধ্যে। জয়নগর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের জেলা পর্যবেক্ষক জাহাঙ্গীর খানের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন সঙ্গীতা। এদিন জাহাঙ্গীর খান জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে লক্ষাধিক ভোটে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে তৃণমূল। বিরোধী দলের কর্মী–সমর্থকদের কাছেও পৌঁছে যাওয়ার বার্তা দেন তিনি। জনপ্রতিনিধিদেরকেও দলে টানার নির্দেশ দেন। আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এদিন জয়নগর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক জাহাঙ্গীর খানের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন সঙ্গীতা। তৃণমূল সূত্রে জানা যায়, স্থানীয় স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতেই সঙ্গীতার মতো জনপ্রতিনিধিরা দলে আসছেন, যা আসন্ন বিধানসভা নির্বাচনে দলকে আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেবে। বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে জাহাঙ্গীর খান বলেন, “আসন্ন নির্বাচনে লক্ষাধিক ভোটে জয়ের লক্ষ্য স্থির করেছে তৃণমূল। তাই বিরোধী শিবিরে থাকা কর্মী–সমর্থক থেকে জনপ্রতিনিধিদেরও দলে টানতে হবে। মানুষের কাছে পৌঁছাতে হবে, বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ গড়ে তুলতে হবে।” আরও পড়ুন- West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি? তবে সঙ্গীতার এই দলবদল নিয়ে চুপ নেই বিরোধী শিবির। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা কমিটির সদস্য মিহির মন্ডল দাবি করেছেন, সঙ্গীতাকে ভয় দেখিয়ে এবং নানা প্রলোভন দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর কথায়, “তৃণমূল তোলাবাজির দল। ভয় দেখিয়ে আমাদের দলের সদস্যকে ভাঙানো হয়েছে। সঙ্গীতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” একই সুর সিপিএমের তরফেও। দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম কমিটির সদস্য অপুর্ব প্রামানিক বলেন, “বিজেপি ও তৃণমূল আসলে একই মুদ্রার দুই পিঠ। সুযোগসন্ধানী মনোভাব থেকেই এক দল থেকে অন্য দলে যাওয়া–আসা চলছে। গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা।” আরও পড়ুন- Abhishek Banerjee: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটারদের মন পেতে নয়া ট্যাকটিক্স অভিষেকের, ঘুম উড়ল বিজেপির রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, জয়নগর এলাকায় ভোটের আগে দলবদলের এই প্রবণতা আরও তীব্র হতে পারে। স্থানীয় জনমানসে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নতুন রাজনৈতিক সমীকরণের আলোচনা শুরু হয়েছে। সঙ্গীতার দলত্যাগ শুধু একটি গ্রাম পঞ্চায়েতের ঘটনা নয়—এটি নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক পরিবেশে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন অনেকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 10:50 am

ভয়ঙ্কর দুর্ঘটনা, সৌদিতে হজে গিয়ে কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যু, শোকপ্রকাশ ওয়েইসির

সৌদি আরবের মদিনার কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪২ জন ভারতীয়। নিহতরা সকলেই ভারত থেকে সৌদি আরব গিয়েছিলেন হজ পালনের জন্য। সোমবার রাতে হজ যাত্রীদের নিয়ে একটি বাস মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল, সেই সময় একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটি সম্পূর্ণরূপে ঝলসে যায়। ঘটনার পর সৌদি আরবে ভারতীয় কনস্যুলেট জেনারেল একটি হেল্পলাইন নম্বর জারি করেছে। টোল-ফ্রি নম্বরটি হল ৮০০২৪৪০০০৩। আরও পড়ুন- নীতীশের শপথের চূড়ান্ত প্রস্তুতি, আজই পদত্যাগ, কোন ফর্মূলায় মন্ত্রীসভা গঠন? সৌদি আরবে মর্মান্তিক দুর্ঘটনা। হজে গিয়ে মৃত্যু হল কমপক্ষে ৪২ ভারতীয়র। নিহতদের সকলেই হায়দ্রাবাদের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়েছে এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। এদিকে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি মুখ্যসচিব কে রামকৃষ্ণ রাও এবং ডি-জিপি বি শিবাধর রেড্ডিকে দ্রুত সমস্ত এই বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেন। রাজ্য সরকার ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের (MEA) ও সৌদি আরবের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। তেলেঙ্গানা সচিবালয়ের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, এবং হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যার নম্বর ৭৯৯৭৯ ৫৯৭৫৪ ও ৯৯১২৯ ১৯৫৪৫-এর মাধ্যমে পরিবারের সদস্যরা বিশদ তথ্য জানতে পারবেন। আরও পড়ুন- West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি? #WATCH | Delhi | On the bus accident in Saudi Arabia, Hyderabad MP Asaduddin Owaisi says, ...Forty-two Hajj pilgrims who were travelling from Mecca to Medina were on a bus that caught fire...I spoke to Abu Mathen George, Deputy Chief of Mission (DCM) at the Indian Embassy in… https://t.co/oiPCgAz4tZ pic.twitter.com/jTuf2kCZPf — ANI (@ANI) November 17, 2025 আইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে জানান, হায়দ্রাবাদের দুটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে যাত্রীদের তথ্য ভারতীয় দূতাবাসের কাছে পাঠানো হয়েছে। ওয়েইসি আরও জানান, তিনি রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে বিশদে কথা বলেছেন। স্থানীয় প্রশাসন ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে এবং খুব শিগগিরই দূতাবাসকে জানাবে বলে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে। তিনি কেন্দ্রীয় সরকার ও বিদেশমন্ত্রী এস. জয়শংকরকে মৃতদেহগুলি দ্রুত ভারতে ফিরিয়ে আনার এবং আহতদের যথাযথ চিকিৎসার আহ্বান জানান। আরও পড়ুন - SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 10:48 am

হারিয়ে গেল ছেলেবেলা, প্রয়াত বিখ্যাত টিভি লেখক

TV writer passes away: এমি-জয়ী টেলিভিশন লেখক, মঞ্চ পরিচালক এবং শিক্ষাবিদ ড্যানিয়েল অ্যান্থনি ম্যাকগ্রা, যিনি জনপ্রিয়ভাবে ড্যান ম্যাকগ্রা নামে পরিচিত ছিলেন, ২০২৫ সালের ১৪ নভেম্বর স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৬১। পরিবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করে। নিউইয়র্কের ব্রুকলিনে বেড়ে ওঠা ম্যাকগ্রা বিশেষভাবে জাপানি ও চীনা ইতিহাস এবং রাজনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন। যদিও তিনি প্রায় সব জাপানি কোর্সেই অকৃতকার্য হন, তবুও তিনি হার্ভার্ডের বিখ্যাত ব্যঙ্গাত্মক প্রকাশনা দ্য হার্ভার্ড ল্যাম্পুন- এর একজন নিবেদিত লেখক, সম্পাদক এবং কার্টুনিস্ট হিসেবে পরিচিতি পান। ছাত্রজীবনেই তিনি এমআইটিতে কম্পিউটার গেম ডিজাইনের কাজেও যুক্ত ছিলেন। Lakshmi Manchu: গণপরিবহনে অনুপযুক্ত স্পর্শ! নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন অভিনেত্রী হলিউডে পা রাখার আগে ম্যাকগ্রা দীর্ঘ সময় ধরে পাবলিক ক্লিনিক, হাসপাতাল ও জরুরি বিভাগে কাজ করেন। পরে তিনি Saturday Night Live (SNL)-এ লেখক হিসেবে টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন এবং ক্রিস ফারলি ও অ্যাডাম স্যান্ডলারের মতো তারকাদের সঙ্গে কাজ করেন। তারপর তিনি যোগ দেন কিংবদন্তি অ্যানিমেটেড সিটকম দ্য সিম্পসনস- এর দলে, যেখানে তিনি বেশ কিছু পর্বের সহ-লেখক হিসেবে কাজ করেন। এই সিরিজেই তার লেখার জন্য ম্যাকগ্রা এমি পুরস্কার অর্জন করেন। তবে মজার বিষয়, তাকে দুইবার এই সিরিজ থেকে বরখাস্তও করা হয়েছিল। যা পরে শিল্পে একটি ব্যতিক্রমী গল্প হিসেবে আলোচিত হয়। S S Rajamouli: টিজার লিক নিয়ে ঈশ্বরের প্রতি রোষ, নাস্তিক পরিচয়ে বিতর্কে পরিচালক রাজামৌলি দ্য সিম্পসনস ছাড়াও ম্যাকগ্রা- Mission Hill, Gravity Falls, The PJs, এবং King of the Hill–এর মতো জনপ্রিয় সিরিজে লেখক হিসেবে যুক্ত ছিলেন। টেলিভিশন কমেডি ও অ্যানিমেশনে তার সৃজনশীলতার ছাপ আজও সমানভাবে স্বীকৃত। ম্যাকগ্রা তার মা, বোন, দুই ভাই, এক ভাগ্নে, এক শ্যালিকা এবং দুই ভাগ্নীকে রেখে গেছেন। তার মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 10:47 am

রাশিয়ার সঙ্গে বাণিজ্যে ৫০০ শতাংশ শুল্ক! ভারত-মার্কিন শুল্ক চুক্তির আগেই ‘বোমা’ট্রাম্পের

সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারতের উপর।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 10:41 am

ভারতকে ফুটবল বিশ্বকাপের স্বপ্ন দেখিয়ে গেলেন ম্যাথাউস, কী বললেন বিশ্বকাপজয়ী?

খুদে ফুটবলারদের ক্লাসও নিলেন প্রাক্তন জার্মান অধিনায়ক।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 10:40 am

Bihar Election Result 2025: নীতীশের শপথের চূড়ান্ত প্রস্তুতি, আজই পদত্যাগ, কোন ফর্মূলায় মন্ত্রীসভা গঠন?

Bihar Election Result 2025: বিহারে রাজনৈতিক পালাবদলের কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজ, সোমবার ১৭ নভেম্বর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। যেখানে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদিত হওয়ার সম্ভাবনা প্রবল। বৈঠকের পরই তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের দাবিও জানাবেন। আরও পড়ুন - SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এবং এনডিএ জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সেই অনুযায়ী রাজ্যপাল খুব শীঘ্রই এনডিএকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। রবিবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা রাজভবনে নির্বাচিত বিধায়কদের তালিকা জমা দেওয়ার পরই রাজ্যে কার্যকর আদর্শ আচরণবিধি বিকেল ৫টা থেকে উঠে যায়। নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে হওয়ার সম্ভাবনা প্রবল। প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। ইতিমধ্যে পাটনা জেলা প্রশাসন ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত গান্ধী ময়দান সাধারণ মানুষের জন্য বন্ধের ঘোষণা করেছে। আরও পড়ুন- West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি? এদিকে গতকাল রবিবার দিনভর পাটনায় দফায় দফায় চলেছে রাজনৈতিক বৈঠক। বিহার বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করেন। পরে জেডিইউ-র জাতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় কুমার ঝা তিন ঘণ্টা দীর্ঘ বৈঠকে মন্ত্রিসভা গঠনের বিষয় নিয়ে আলোচনা করেন। আরও পড়ুন- Abhishek Banerjee: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটারদের মন পেতে নয়া ট্যাকটিক্স অভিষেকের, ঘুম উড়ল বিজেপির নতুন সরকারে মন্ত্রী পদ বণ্টনকে ঘিরে এখন মূলত আলোচনার কেন্দ্রবিন্দু— কোন দলে কতজন মন্ত্রী থাকবে এবং কোন দফতর কার হাতে যাবে। সূত্রের খবর, বিজেপি ও জেডিইউর মধ্যে ৫০-৫০ ফর্মুলা নিয়ে আলোচনা চলছে। তবে আগের জোটের মতোই বণ্টন হওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি এলজেপি, এইচএএম, আরএলডি-সহ এনডিএ-র অন্যান্য মিত্র দলও মন্ত্রিসভায় ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জানিয়েছে। ফলে নয়া মন্ত্রিসভার কাঠামো কেমন হতে চলেছে, তার দিকে এখন সবার নজর। আরও পড়ুন- West Bengal News Updates: পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ, 'কার দালালি করছে' প্রশ্ন মমতা ঘনিষ্ঠ মন্ত্রীর

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 10:30 am

আর কিছুক্ষণের মধ্যে রায়ঘোষণা, কী কী অভিযোগ রয়েছে হাসিনার বিরুদ্ধে?

কী রায় দেয় আদালত, সে দিকে তাকিয়ে প্রায় সকলে।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 10:22 am

Sheikh Hasina |আজ রায় ঘোষণা হাসিনার, উত্তপ্ত বাংলাদেশ, দেখামাত্র গুলির নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রমশ উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। সোমবার সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় রায় ঘোষণা করা হবে। রায় শোনাবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল। এদিকে রায় ঘোষণার আগে ওপার বাংলায় দফায় দফায় অশান্তির খবর সামনে আসছে। ঢাকা (Dhaka) সহ দেশের বিভিন্ন প্রান্তে গাড়ি, বাস, সরকারি প্রতিষ্ঠানের সামনে […] The post Sheikh Hasina | আজ রায় ঘোষণা হাসিনার, উত্তপ্ত বাংলাদেশ, দেখামাত্র গুলির নির্দেশ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 10:22 am

Bangladeshi fishermen arrested: আগে ছিল ২৯, এবার ২৬! বারেবারে কীভাবে ভারতের জলসীমা পেরচ্ছেন বাংলাদেশি মৎস্যজীবীরা

South 24 Pargana: গতকাল অর্থাৎ রবিবার বিকেলে উপকূল রক্ষী বাহিনীর টহলদারি জাহাজ ট্রলারটিকে আটক করে। রাতেই আটক ট্রলার সহ মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসা হয়। সেখানে তাঁদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী। ধৃতরা সত্যি মৎস্যজীবী নাকি ভারতীয় নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে মৎস্যজীবী ট্রলার ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

টিভি 9 বাংলা 17 Nov 2025 10:20 am

Sheikh Hasina |হাসিনার বিরুদ্ধে ৫ মানবতাবিরোধী অভিযোগ, সর্বোচ্চ সাজার আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ। রায় ঘোষণা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ‘সুনির্দিষ্ট পাঁচটি’ অভিযোগে বিচার শুরু করে ট্রাইবিউনাল। কী কী অভিযোগ রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে? জানা গিয়েছে, […] The post Sheikh Hasina | হাসিনার বিরুদ্ধে ৫ মানবতাবিরোধী অভিযোগ, সর্বোচ্চ সাজার আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 10:14 am

‘মা-কে মৃত্যুদণ্ডই দেবে’, রায়দান নিয়ে মত হাসিনাপুত্রের, ভারতকে কৃতজ্ঞতা মুজিবকন্যার

'নিজের দেশ, নিজের মাতৃভূমি ছেড়ে চলে আসা খুবই কঠিন', বলছেন হাসিনা।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 10:10 am

India vs Pakistan: লাইভ ম্যাচে ভয়ঙ্কর ঝামেলা, আম্পায়ারের সঙ্গে তুলকালাম জীতেশের! কারণটা জানেন?

India vs Pakistan: ২০২৫ যুব এশিয়া কাপে গত রবিবার (১৬ নভেম্বর) ভারত এবং পাকিস্তানের এ দল খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেনি। শেষপর্যন্ত পাকিস্তান ৮ উইকেটে জয়লাভ করে। পাকিস্তানের হয়ে এই ম্য়াচে মাজ় শাদাকত দুর্দান্ত একটি হাফসেঞ্চুরিহাঁকিয়েছেন। India vs Pakistan Highlights Cricket Score: লজ্জার হার ভারতের, ৮ উইকেটে জিতল পাকিস্তান যদিও তাঁর একটি ক্যাচ নিয়ে হাওয়া বেশ গরম হয়ে উঠেছিল। সেকারণে খেলা কিছুক্ষণ বন্ধও রাখতে হয়। পাশাপাশি ভারতীয় এ দলের অধিনায়ক জীতেশ শর্মা (Jitesh Sharma) আম্পায়ারের সঙ্গে ব্যাপক ঝামেলায় জড়িয়ে পড়েন। কী হয়েছিল গোটা ঘটনাটি, সবিস্তারে জেনে নেওয়া যাক। IND vs PAK Controversy: শোধরাবে না পাকিস্তান, ভারতের সামনে ফের 'অসভ্য' ইঙ্গিত বন্ধ হয়ে গিয়েছিল খেলা হাফসেঞ্চুরি হাঁকানোর পর পাকিস্তান ইনিংসের দশম ওভারে মাজ় শাদাকত ব্যাটিং করছিলেন। সেইসময় সূয়শ শর্মার বলে তিনি বড় শট হাঁকাতে যান। বল বাউন্ডারি লাইন পর্যন্ত চলেও গিয়েছিল। তবে ভারতীয় ক্রিকেটার নেহাল বঢেরা (Nehal Wadhera) দুর্দান্ত ফিল্ডিং করেন এবং দুর্দান্ত একটি ক্যাচ নিয়ে বলটাকে বাউন্ডারির অপর প্রান্তে ফেলে দেন। Ashutosh Sharma Out Controversy: আদৌ আউট ছিলেন আশুতোষ? পাকিস্তানের বিরুদ্ধে 'চোরামি'র শিকার ভারতীয় ব্যাটার কিন্তু, বলটা মাটিতে পড়ার আগেই ফের সেটাকে তালুবন্দি করলেন নমন ধীর। এরপর শাদাকত নিজেই প্যাভিলিয়নের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু, আম্পায়াররা তাঁকে যেতে বারণ করেন। বেশ খানিকক্ষণ চলে টানটান উত্তেজনা। অবশেষে তৃতীয় আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্তের পরই ভারতীয় ক্রিকেটাররা রীতিমতো ভড়কে যান। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মা অন ফিল্ড আম্পায়ারের সঙ্গেই তর্ক জুড়ে দিয়েছিলেন। সেকারণে বেশ খানিকক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। Vaibhav Suryavanshi Century: মাঠজুড়ে শুধু ছক্কার বন্যা, ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে 'নজির' বৈভবের ৮ উইকেটে জয়লাভ করল পাকিস্তান ভারতের হয়ে ওপেনিং ব্যাটার বৈভব সূর্যবংশী ২৮ বলে ৪৫ রান করেন। অন্যদিকে, প্রিয়াংশ আর্য করেন ৯ বলে ১০ রান। এরপর নমন ধীর ২০ বলে ৩৫ রানের একটি ইনিংস উপহার দেন টিম ইন্ডিয়াকে। ভারত ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। এই রান তাড়া করতে নেমে পাকিস্তান ৮ উইকেটে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। পাকিস্তানে হয়ে মাজ় শাদাকত ৪৭ বলে ৭৯ রান করেন এবং অপরাজিত থাকেন। এই ইনিংসে ভর করেই পাকিস্তান এই ম্য়াচে ৮ উইকেটে জয়লাভ করে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 10:03 am

India-US Trade Agreement |ট্রাম্পের শুল্ক ছাড়ে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে আশার আলো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের ওপর অতিরিক্ত শুল্ক (Tariff) চাপানো থেকে আমেরিকার সঙ্গে ভারতের বিরোধ শুরু। এখনও দুই দেশের মধ্যে আগের মত স্বাভাবিক সম্পর্ক নেই। তবুও এর মধ্যে আশার বাণী শোনালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি (India-US Trade Agreement) স্বাক্ষর খুব কাছেই। তারপর গত শুক্রবার ২০০টিরও […] The post India-US Trade Agreement | ট্রাম্পের শুল্ক ছাড়ে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে আশার আলো appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 10:00 am

ফের মুখ্যমন্ত্রী নীতীশই? চলতি সপ্তাহে শপথ অনুষ্ঠানের তোড়জোড় বিহারে, থাকতে পারেন মোদিও

পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ অনুস্থান হবে।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 9:41 am

‘ফেডারেশন নয়, ডিস্ট্রিবিউটারই সিনেমাটা রিলিজ হতে দিচ্ছে না’, বললেন জয়ব্রত

টলিপাড়ায় এই ঘন কালো মেঘ তো, এই রৌদ্রজ্জ্বল ঝলমলে আকাশ। ঠিক বড় পর্দায় সিনেমার মত। যত কাণ্ড টলিপাড়ায়। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এই আলোচনার মাধ্যমে ঝামেলা মিটিয়ে সবপক্ষকে এক মঞ্চে আনছেন, তো পরক্ষণেই আবার খবরের শিরোনামে, ছবি মুক্তি নিয়ে সমস্যার জট পাকিয়ে যাচ্ছে।

টিভি 9 বাংলা 17 Nov 2025 9:41 am

SSC News: কেন ‘অযোগ্য’ প্রার্থী নীতীশ বসেছিলেন পরীক্ষায়? উত্তর দিল পরিবার

আইনের এই ফাঁক কি কাজে লাগল নীতীশের? আইনজীবীরা অবশ‍্য তা মানছেন না। একজনও দাগি প্রার্থী বসবে না, এর অর্থকে আইনজীবী মহল যেভাবে ব‍্যাখ‍্যা করছে তাতে নীতীশের বসার কথা নয়। এবার দেখার এসএসসি কী যুক্তি দেয়? উল্লেখ্য, শনিবার এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যায় ৯৫৮-তে নাম রয়েছে নীতীশের। দাগি হয়েও কীভাবে নাম এল লিস্টে? এই প্রশ্ন তুলে সরব হন তাঁরই স্ত্রী।

টিভি 9 বাংলা 17 Nov 2025 9:40 am

খুলে গেল লালকেল্লা, কী বলছেন পর্যটকরা?

গত ১০ নভেম্বর লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। ১৩ জনের মৃত্যু হয়। আহত হন ২০ জনের বেশি। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠেছিল ওই এলাকা। এরপর থেকে বন্ধ ছিল লালকেল্লা। অবশেষে রবিবার পর্যটকদের জন্য খুলে গেল লালকেল্লা। তবে এক কিলোমিটার দূরে গাড়ি আটকে দেওয়া হচ্ছে। হেঁটে আসতে হচ্ছে পর্যটকদের। খুলে দেওয়া হয়েছে লালকেল্লা মেট্রো স্টেশনের সমস্ত গেটও। ওই বিস্ফোরণের পর লালকেল্লা ঘুরতে এসে বাঙালি পর্যটকরা বললেন, নিরাপত্তা আরও একটু বাড়ানো হোক। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি পর্যটকরা। কিছুটা হেঁটে আসতে হলেও খুশি তাঁরা।

টিভি 9 বাংলা 17 Nov 2025 9:34 am

শীতের সাময়িক বিরতি! সোম সকালে বাড়ল বঙ্গের তাপমাত্রা

পূবালি হাওয়ার জেরে এমন ছন্দপতন বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 9:32 am

Jalpaiguri TMC: CPM থেকে দলবদল করা কর্মীকে কেন পদ দেওয়া হল? তুমুল বিক্ষোভ TMC-র অন্দরে

Jalpaiguri: জলপাইগুড়ি বাহাদুর অঞ্চল। সেখানেই এই আদি-নব্যের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। অভিযোগ, এই অঞ্চলের নতুন অঞ্চল কমিটির সভাপতি হরেকৃষ্ণ শর্মাকে করা হয়েছে। তিনি মাত্র ছয় মাস আগে সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। একই সঙ্গে নতুন অঞ্চল কমিটিতে সমস্ত আদি তৃণমূল নেতাদের নাম নতুন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর এই কারণে তৃণমূলের জেলা কমিটির সদস্য পল হাসানের নেতৃত্বে বিক্ষুব্ধ আদি তৃণমূল কর্মীরা বৈঠক করে কার্যত দলের বিরুদ্ধে 'জেহাদ' ঘোষণা করেছেন।

টিভি 9 বাংলা 17 Nov 2025 9:30 am

টেস্ট চলাকালীনই ইডেনে বসে জুয়া খেলা! ধৃত ভিনরাজ্যের তিন যুবক

তদন্তকারীদের অনুমান, ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ ঘিরে বড় বেটিং চক্র চলছিল।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 9:24 am

বাংলায় ৯৯.৪২% এনুমারেশন ফর্ম বিলি, কমিশনের দাবিতে ধোঁয়াশায় BLA-রা

BLA-দের দাবি, এত ফর্ম এখনও বিলি করা হয়নি।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 9:22 am

Sheikh Hasina |‘জুলাই অপরাধীরা হিরো!’, ট্রাইবিউনালের রায়ের আগে কী বললেন হাসিনা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রমে উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল (ICT Verdict) রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। তার আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina) ভার্চুয়াল মাধ্যমে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখলেন। পুরো বিচারপ্রক্রিয়া ‘সম্পূর্ণ অবৈধ’ বললেন তিনি। তাঁর দাবি, আইনসম্মত কোনও নিয়ম এতে মানা হয়নি। হাসিনার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের (Bangladesh Interim Government) বর্তমান […] The post Sheikh Hasina | ‘জুলাই অপরাধীরা হিরো!’, ট্রাইবিউনালের রায়ের আগে কী বললেন হাসিনা? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 9:08 am

West Bengal News Live Updates: SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

Kolkata News Live Updates: রাজ্যে দুরন্ত গতিতে এগোচ্ছে এসআইআর (SIR) প্রকল্পের কাজ। তবে বাড়তি কাজের চাপে ক্ষোভ বাড়ছে বিএলওদের (BLO) মধ্যে। ফর্ম বিলি-বণ্টন থেকে সংগ্রহ—সবটাই দ্রুততার সঙ্গে শেষ করতে গিয়ে অতিরিক্ত চাপ পড়ছে বলে অভিযোগ তাঁদের।এই পরিস্থিতির মধ্যেই আজ, সোমবার, জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দিল্লি থেকে কলকাতায় পৌঁছবে। এসআইআরের কাজের অগ্রগতি পর্যালোচনা থেকে শুরু করে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং সংক্রান্ত কর্মশালায় যোগ দেবেন তাঁরা। অন্যদিকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণার সম্পূর্ণ প্রক্রিয়া বাংলাদেশ সরকারের সরকারি সম্প্রচারমাধ্যমে সরাসরি দেখানো হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে লকডাউন কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। আরও পড়ুন- West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি? চলমান এই কর্মসূচির আজ দ্বিতীয় দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে দেশের পুলিশ-প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঢাকায় বিশৃঙ্খলাকারীকে দেখামাত্র গুলি করার নির্দেশ জারি করেছে পুলিশ। আরও পড়ুন- Abhishek Banerjee: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটারদের মন পেতে নয়া ট্যাকটিক্স অভিষেকের, ঘুম উড়ল বিজেপির এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্যে আগামী তিন দিনে বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়াবিদদের অনুমান, কয়েকটি জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শীতের এই সাময়িক ছন্দপতনে বাড়বে কুয়াশার দাপট। ভোরের দিকে ঘন কুয়াশা দেখা গেলেও দুপুরের পর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে সপ্তাহের শেষের দিকে ফের নামতে পারে পারদ, বাড়বে ঠান্ডার অনুভূতি। আরও পড়ুন- West Bengal News Updates: পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ, 'কার দালালি করছে' প্রশ্ন মমতা ঘনিষ্ঠ মন্ত্রীর

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 9:06 am

Sheikh Hasina |আজ রায় ঘোষণা হাসিনার, কড়া নিরাপত্তায় আঁটসাঁট গোটা বাংলাদেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ। রায় ঘোষণা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম রায় ঘোষণা হতে যাচ্ছে কোনও সরকারপ্রধানের বিরুদ্ধে। মানবতাবিরোধী অপরাধ মামলায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে হাসিনাকে। জানা […] The post Sheikh Hasina | আজ রায় ঘোষণা হাসিনার, কড়া নিরাপত্তায় আঁটসাঁট গোটা বাংলাদেশ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 9:05 am

Sheikh Hasina: ‘আমার মা ভারতে সুরক্ষিত’, বাংলাদেশ মৃত্যুদণ্ড দিলেও কিচ্ছু যায় আসে না, বুঝিয়ে দিলেন হাসিনার ছেলে

Bangladesh: গত বছর ৫ অগস্টে প্রবল বিদ্রোহের মুখে পড়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে এসে আশ্রয় নেন। রবিবার সজীব বলেন যে ভারত তাঁকে (শেখ হাসিনা) যথাযথ সুরক্ষা দিয়েছে এবং তাঁকে রাষ্ট্রপ্রধানের মতোই মর্যাদা দিচ্ছে।

টিভি 9 বাংলা 17 Nov 2025 9:04 am

দিল্লিতে বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল ‘মাদার অব স্যাটান’? কতটা ভয়ঙ্কর এই বিস্ফোরক?

গত ১০ নভেম্বর লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়। ২০ জনের বেশি জখম হন। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠেছিল ওই এলাকা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়ির পিছনের আসনে একটি বড় ব্যাগ রয়েছে। সেই ব্যাগে বিস্ফোরক ছিল বলে মনে করা হচ্ছে। আর সেই বিস্ফোরকের মধ্যে কি ছিল ট্রাই অ্যাসিটোন ট্রাই পারঅক্সাইড (TATP)? এই বিস্ফোরকের কোড নাম আবার 'মাদার অব স্যাটান'। শয়তানের মা। কী এই 'মাদার অব স্যাটান'? কতটা ভয়ঙ্কর এই বিস্ফোরক? বিশেষজ্ঞরা বলছেন, 'মাদার অব স্যাটান' অত্যন্ত উচ্চমাত্রার এবং সংবেদনশীল বিস্ফোরক। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী হামলায় এখন জঙ্গিরা বোমা তৈরিতে এই বিস্ফোরক ব্যবহার করে। বিস্ফোরণের জন্য কোনও ডিটোনেটরের প্রয়োজন পড়ে না।

টিভি 9 বাংলা 17 Nov 2025 9:03 am

Lakshmi Manchu: গণপরিবহনে অনুপযুক্ত স্পর্শ! নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন অভিনেত্রী

অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু সম্প্রতি, তার কৈশোরে ঘটে যাওয়া এক বেদনাদায়ক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন। মাত্র ১৫ বছর বয়সে এক গণপরিবহনে তিনি অনুপযুক্তভাবে স্পর্শের শিকার হয়েছিলেন। এরপর তিনি এতটাই অপমানিত হয়েছিলেন, ও অসহায় বোধ করেছিলেন, যে দীর্ঘ সময় সে অনুভূতি কাটিয়ে উঠতে পারেননি। হাউটারফ্লাইকে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে লক্ষ্মী জানান, তেলুগু সুপারস্টার মোহন বাবুর মেয়ে হওয়ায় সাধারণত তিনি নিরাপত্তার মধ্যে স্কুলে যাতায়াত করতেন-ড্রাইভার, দেহরক্ষী ও মা-সহ। কিন্তু একবার স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার হল টিকিট সংগ্রহের জন্য শিক্ষার্থীদের গণপরিবহন ব্যবহার করতে বলে। সহপাঠীদের সঙ্গে প্রথমবার বাসে ওঠা নিয়ে তাঁর মধ্যে উত্তেজনা থাকলেও, সেই অভিজ্ঞতা মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়। Amitabh Bachchan: 'দেশভাগের আগে থেকেই বন্ধুত্ব', বলিউড হারাল এক যুগের অভিনেত্রীকে, শোকে কাতর অমিতাভ তিনি বলেন, ১৫ বছর বয়সে সেই ভয়ঙ্কর অনুভূতি-আমি বুঝতেই পারছিলাম না ঠিক কী ঘটছে। অপরিচিতদের অনুপযুক্ত স্পর্শ আমাকে ভীষণ ভীত ও অপমানিত করেছিল। আমি সরে গিয়েছিলাম, কিন্তু প্রতিবাদ করতে পারিনি। পরে এই অভিজ্ঞতা বান্ধবীদের সঙ্গে ভাগ করে নিলে জানতে পারেন, তারাও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে। লক্ষ্মীর মতে, গণপরিবহনে মেয়েদের এমন অভিজ্ঞতা ‘অস্বাভাবিক’ নয়, বরং উদ্বেগজনকভাবে সাধারণ। তিনি বলেন, আজ যদি কোনো মেয়ে বলে যে সে কখনও এ রকম ঘটনার মুখোমুখি হয়নি, লোকজন বরং মনে করে সে মিথ্যে বলছে। স্টারকিড হয়েও আলাদা পরিচয় চান সহজ! ছেলের শিক্ষায় প্রশংসিত রাহুল-প্রিয়াঙ্কা তিনি আরও জানান, বড় পরিবারের মেয়ে হওয়ায় অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে অশোভন আচরণ করতে চায়, কারণ তারা ধরে নেয়- এই পরিবার কখনও প্রকাশ্যে অভিযোগ করবে না। এমনকি তাদের বাড়িতে চুরি হলেও তা প্রকাশ না করার পরামর্শ দেয়া হতো। মিটু আন্দোলনের সময় তিনি পুনরায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মহিলা কমিশনের ফ্লায়ারে উল্লেখ করা প্রতিটি নিপীড়নই তার জীবনে ঘটেছে- এ কথা বুঝে নতুন করে আঘাত পান তিনি। প্রসঙ্গে, লক্ষ্মী মাঞ্চুকে সর্বশেষ দেখা গেছে করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেটর্স’-এ।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 9:03 am

SSC News: কেন ‘অযোগ্য’ প্রার্থী নীতীশ বসেছিল পরীক্ষায়? উত্তর দিল পরিবার

আইনের এই ফাঁক কি কাজে লাগল নীতীশের? আইনজীবীরা অবশ‍্য তা মানছেন না। একজনও দাগি প্রার্থী বসবে না, এর অর্থকে আইনজীবী মহল যেভাবে ব‍্যাখ‍্যা করছে তাতে নীতীশের বসার কথা নয়। এবার দেখার এসএসসি কী যুক্তি দেয়? উল্লেখ্য, শনিবার এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যায় ৯৫৮-তে নাম রয়েছে নীতীশের। দাগি হয়েও কীভাবে নাম এল লিস্টে? এই প্রশ্ন তুলে সরব হন তাঁরই স্ত্রী।

টিভি 9 বাংলা 17 Nov 2025 8:59 am

নিষ্ক্রিয়তার রোগ সারাতে সিপিএমে কড়া দাওয়াই, গাফিলতিতে ব্যবস্থা

বাংলা বাঁচাও যাত্রায় নিচুতলার জমায়েত নিয়েও সংশয়।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 8:56 am

হাসিনা মামলার রায় ঘোষণার আগেই পরপর বিস্ফোরণ ঢাকায়, দেখামাত্র গুলির নির্দেশ পুলিশকে

ঢাকা এবং সংলগ্ন এলাকাগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 8:37 am

West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি?

Kolkata Weather Today: নভেম্বরের মাঝামাঝি এসে হঠাৎই শীতের দাপট বাড়তে শুরু করেছিল গোটা রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ—দফায় দফায় নামছিল তাপমাত্রা। শহর-গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছিল শীতের আমেজ। তবে সেই তাল কেটে যেতে চলেছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সবকিছুর নেপথ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ। তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বিশেষজ্ঞদের অনুমান, সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে শীতের আমেজ কিছুটা হলেও কমবে। বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও তার জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ—কোনও প্রান্তেই বৃষ্টির পূর্বাভাস নেই। আরও পড়ুন- Abhishek Banerjee: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটারদের মন পেতে নয়া ট্যাকটিক্স অভিষেকের, ঘুম উড়ল বিজেপির কুয়াশার দাপট বাড়বে আগামী কয়েকদিন বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে। সকাল গড়াতে গড়াতে কুয়াশার চাদর সরে গিয়ে আকাশ পরিষ্কার হবে। ফলে সাধারণ দৃশ্যমানতাও স্বাভাবিক হয়ে ফিরবে। আরও পড়ুন- 'জেল থেকেই চলেছে শিক্ষকের নিয়োগ কেলেঙ্কারি', বিহার ভোটের ফল ঘোষণার পরই 'বোমা' ফাটালেন শুভেন্দু জাঁকিয়ে শীত কবে ফিরবে? আপাতত সপ্তাহের প্রথম দিকটায় তাপমাত্রা বাড়লেও, সপ্তাহের শেষের দিকে ফের বদল ঘটবে আবহাওয়ায়। তখন আবার কমতে শুরু করবে পারদ। বাড়বে ঠান্ডার অনুভূতি। অর্থাৎ, জাঁকিয়ে শীতের স্বাদ ফের পেতে চলেছে রাজ্য। আরও পড়ুন- Bihar Election Result: নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু, শীঘ্রই পদত্যাগ করবেন নীতীশ কুমার

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 8:37 am

Shubman Gill |হাসপাতাল থেকে ছুটি পেলেন গিল! তবুও অনিশ্চিত পরবর্তী ম্যাচে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলে ফিরলেন শুভমন গিল (Shubman Gill)। এমন খবরে অনেকটাই স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। তবুও তাঁর পরবর্তী ম্যাচ খেলা নিয়ে সংশয় রয়েছে। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা টেষ্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্স করে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গিলকে। তারপর আর সেই […] The post Shubman Gill | হাসপাতাল থেকে ছুটি পেলেন গিল! তবুও অনিশ্চিত পরবর্তী ম্যাচে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 8:18 am