Supreme Court: সুপ্রিম সম্মতিতেই বিপন্ন আরাবল্লী, শীর্ষ আদালতই এবার বাঁচাবে প্রাচীন পর্বতমালাকে?
Supreme Court on Aravalli Hills: গত ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের সুপারিশ করা আরাবল্লীর সংজ্ঞা গ্রহণ করে। কেন্দ্রের প্রস্তাবে বলা হয়েছিল যে ১০০ মিটারের বেশি উচ্চতার পাহাড়কেই আরাবল্লী বলে গণ্য করা হবে। তার নীচের উচ্চতার পাহাড়গুলি আরাবল্লী পর্বত নয়।
SIR Hearing: একদিনে ২৮ হাজার শুনানি! নদিয়ায় SIR নিয়ে চরম চাপ, উদ্বেগে সাধারণ মানুষ
নদিয়া জেলার ১৭টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে SIR (Special Intensive Revision) সংক্রান্ত শুনানি। শনিবার প্রথম দিনেই প্রায় সাড়ে তিন হাজার ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছিল। এই শুনানি ঘিরে জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদিয়ায় SIR-এর শুনানি চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়সীমার মধ্যে প্রতিদিন সর্বাধিক ২৮ হাজারেরও বেশি মানুষের শুনানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলার বিভিন্ন বিডিও অফিস, মহকুমাশাসকের দপ্তর এবং সংশ্লিষ্ট সরকারি অফিসগুলিতে এই শুনানির আয়োজন করা হয়েছে। আরও পড়ুন- Abhishek Banerjee: ‘ভোটার বাছছে BJP! গায়ের জোরে SIR’, নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা অথবা ‘নো ম্যাপিং’ হিসেবে চিহ্নিত ভোটারের সংখ্যা নদিয়া জেলায় প্রায় ২ লক্ষ ৮১ হাজার। এর মধ্যে উত্তর সাংগঠনিক জেলায় এই সংখ্যা ৫২ হাজারের বেশি, অন্যদিকে দক্ষিণ সাংগঠনিক জেলায় প্রায় ২ লক্ষ ৩০ হাজার ভোটারের নাম রয়েছে। আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বড় চমক! ওয়েইসির AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবীরের উল্লেখযোগ্যভাবে, দক্ষিণ সাংগঠনিক জেলা তথা রানাঘাট লোকসভা কেন্দ্র মূলত মতুয়া অধ্যুষিত এলাকা, অন্যদিকে কৃষ্ণনগর উত্তর লোকসভা কেন্দ্র মুসলিম অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, নো ম্যাপিং হিসেবে চিহ্নিত ভোটারদের প্রায় ৫০ শতাংশের কাছে ইতিমধ্যেই শুনানির নোটিশ পৌঁছে গিয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং ১০ জন করে অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) এই শুনানি পরিচালনা করবেন। গোটা জেলায় মোট ১৭ জন ERO এবং ১৭৫ জন AERO নিয়োগ করা হয়েছে। প্রত্যেক আধিকারিক দিনে সর্বাধিক ১৫০ জনের শুনানি নিতে পারবেন বলে জানানো হয়েছে। সেই হিসেবেই এক দিনে জেলায় ২৮ হাজারেরও বেশি শুনানি সম্ভব বলে প্রশাসনিক সূত্রের দাবি। আরও পড়ুন- Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা শুনানির স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বিধানসভা কেন্দ্রে মাইক্রো অবজারভারও মোতায়েন করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বিধানসভায় ১৫ জন করে মাইক্রো অবজারভার থাকবেন। ফলে গোটা জেলায় মোট ২৫৫ জন মাইক্রো অবজারভার এই শুনানি প্রক্রিয়ার উপর নজরদারি চালাচ্ছেন। এ প্রসঙ্গে নদিয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত বলেন, “সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে। নির্ধারিত নিয়ম মেনেই শুনানি চলছে। বর্তমানে কোনও সমস্যার কথা আমাদের জানা নেই।”
Khaleda Zia Health Update: রাত পৌনে ১২টায় হাসপাতালে ছুটলেন তারেক রহমান, খালেদা জিয়া কেমন আছেন?
Bangladesh Update: খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ারও পরিকল্পনা করা হয়েছিল, তবে অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। দেশে রেখেই চিকিৎসা চলছে তাঁর। এবার পুত্রবধূ ডঃ জুবাইদা রহমানও মেডিক্যাল বোর্ডে সামিল হয়েছেন। রয়েছেন চিনের কিছু চিকিৎসকও।
Ajker Rashifal Bengali, 28 December 2025: আজ কোন রাশির কেমন যাবে, ভাগ্য খুলবে কার? দেখুন রাশিফল
Ajker Rashifal Bengali, 28 December: আজ জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষ মতে আপনার রাশি মকর। রবি ও শনি—এই দুই শক্তিশালী গ্রহ আজ আপনার জীবনে প্রভাব বিস্তার করছে। বিশেষ করে ২৮ তারিখে জন্ম হওয়ায় রবির প্রভাব প্রবল, যা নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বাড়ালেও অহংকার থেকে সাবধান থাকতে বলছে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের জন্য আজ ব্যবসা ও আর্থিক বিষয়ে কিছুটা সতর্কতা জরুরি। ট্রাভেল এজেন্সি বা পরিষেবা সংক্রান্ত ব্যবসায় কাঙ্ক্ষিত লাভে বিলম্ব হতে পারে। পারিবারিক খরচ বাড়বে এবং আইনগত বিষয়ে অর্থব্যয় হতে পারে, ফলে বাজেট পরিকল্পনা জরুরি। আরও পড়ুন- বৃদ্ধি পাবে কর্মক্ষমতা, কমবে অস্থিরতা! ২০২৬ হবে স্বপ্নের মতো সুন্দর, পালন করুন এই সহজ ৬ টোটকা! বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জাতকদের আজ বন্ধু বা নিকটজনের সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। বকেয়া অর্থ আদায়ে সমস্যা হতে পারে। ব্যবসায় আয়ের গতি মন্থর হলেও ধৈর্য ধরলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আরও পড়ুন- শীতকালে সুজি বা বেসন ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর খেজুরের হালুয়া মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জন্য আজ কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রভাবশালী কারও সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলাই ভালো। পিতার সঙ্গে মতের অমিল হলে সংযত থাকা জরুরি। আরও পড়ুন- রাসায়নিকযুক্ত পেঁপে কীভাবে চিনবেন? এই ৩ সহজ উপায় জানলে ঠকবেন না কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতকদের উচ্চশিক্ষা ও ভাগ্য উন্নতিতে বাধা দেখা দিতে পারে। বিদেশ যাত্রার যোগ থাকলেও আমদানি-রফতানি সংক্রান্ত জটিলতা মানসিক চাপ বাড়াবে। আজ বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আরও পড়ুন- এই ৪ যোগাসন দিয়েই শুরু করুন দিন, শরীর থাকবে শক্তপোক্ত এবং সতেজ সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকদের আজ অর্থনৈতিক ঝুঁকি এড়ানো উচিত। ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যাংক, বীমা বা বিনিয়োগ সংক্রান্ত কাজে বিশেষ সতর্কতা জরুরি। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের দাম্পত্য জীবনে অশান্তির যোগ রয়েছে। অবিবাহিতদের বিয়ের বিষয়ে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জাতকদের জন্য আজ শরীর ও মন—দুটোই চাপে থাকতে পারে। কাজের ক্ষেত্রে বারবার বাধা ও মানসিক অস্থিরতা মনোযোগ কমিয়ে দিতে পারে। বিশ্রাম ও ইতিবাচক চিন্তা জরুরি। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জাতকদের ব্যবসায়িক সিদ্ধান্তে জটিলতা দেখা দিতে পারে। সৃজনশীল পেশার সঙ্গে যুক্তদের আর্থিক অনিশ্চয়তা বাড়বে। প্রেম বা পারিবারিক সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে সংযম জরুরি। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকদের আয় ও কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ নাও হতে পারে। আত্মীয়দের সঙ্গে বিরোধের সম্ভাবনা রয়েছে। যানবাহন সংক্রান্ত বিষয়ে সতর্কতা জরুরি। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের জন্য আজ ব্যবসা, বিশেষ করে গার্মেন্টস ও মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে বাধার ইঙ্গিত রয়েছে। ধৈর্য ও বাস্তব পরিকল্পনা আজ আপনার সবচেয়ে বড় শক্তি। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের বকেয়া অর্থ আদায়ে বিলম্ব হতে পারে। ব্যবসায় ধৈর্য ধরে এগোতে হবে। পেটের সমস্যা বা হজমজনিত অস্বস্তি দেখা দিতে পারে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের কর্মক্ষেত্রে বারবার ঝামেলা মানসিক চাপ বাড়াতে পারে। পারিবারিক দুশ্চিন্তা ও শারীরিক দুর্বলতা মন খারাপের কারণ হতে পারে। নিজের যত্ন নেওয়া আজ জরুরি। আজকের শুভ সংখ্যা ১, ১০, ১৯ ও ২৮। রবি ও শনি বার আপনার জন্য সৌভাগ্য বহন করতে পারে। রুবি ও নীলা রত্ন আজ ইতিবাচক শক্তি জাগ্রত করতে সহায়ক। কমলা ও নীল রং আজ আপনার মানসিক শক্তি ও স্থিরতা বাড়াতে পারে। আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে, ফলে আবেগপ্রবণতা বাড়বে। অষ্টমী তিথি সকাল পর্যন্ত এবং তারপর নবমী তিথির প্রভাব চলবে। আজকের শুভ মুহূর্তগুলিতে গুরুত্বপূর্ণ কাজ করলে সাফল্যের সম্ভাবনা বাড়বে।
ওড়িশায় ফের বাঙালি নিগ্রহ, বাংলাদেশি সন্দেহে বেধড়ক মার মালদহের পরিযায়ী শ্রমিককে
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।
২৮ ডিসেম্বর রাশিফল: দাম্পত্যসুখ থেকে অর্থলাভ! কেমন কাটবে আজ?
জেনে নিন আজকের রাশিফল।
Nagen Roy |প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি পাকিস্তানি! বিজেপি সাংসদ নগেন রায়ের মন্তব্যে তুঙ্গে তর্জা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বাংলার রাজ্যপাল পাকিস্তানি এবং বাংলাদেশি! সম্প্রতি এক জনসভায় এমনই বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজকে। এখানেই থেমে না থেকে তিনি আরও জানান যে, গৃহমন্ত্রী নাকি বলেছেন যে, যাদের নাম ভোটার লিস্টে খুজে পাওয়া যাবে না, তাদের ডিটেন্সন ক্যাম্পে রাখা হবে […] The post Nagen Roy | প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি পাকিস্তানি! বিজেপি সাংসদ নগেন রায়ের মন্তব্যে তুঙ্গে তর্জা appeared first on Uttarbanga Sambad .
কলকাতায় আন্তর্জাতিক সম্মেলন, মলিকিউল থেকে মেডিসিন, জিন, প্রোটিন ও ইমিউনোথেরাপি নিয়ে বৈজ্ঞানিক সংলাপ
ইনবোল হেলথকেয়ার, কলকাতার প্রথম আন্তর্জাতিক একদিনের সেমিনার “মলিকিউল থেকে মেডিসিন... জিন, প্রোটিন, ইমিউনোথেরাপি এবং রোগ” সম্প্রতি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে বিশ্বখ্যাত গবেষক ও ক্লিনিশিয়ানরা অংশগ্রহণ করেন, যেখানে মৌলিক অণুজীবী গবেষণা ও ক্লিনিক্যাল প্রয়োগের মধ্যে সেতুবন্ধন স্থাপন করার লক্ষ্যে আলোচনা হয়েছে। প্রিসিশন মেডিসিনে দৃষ্টি সম্মেলনের উদ্বোধন করেন ইনবোল হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা প্রফেসর শঙ্কর কুমার ঘোষ, যিনি প্রিসিশন মেডিসিনের ওপর বিশ্বব্যাপী মনোযোগের দিকে ইঙ্গিত করেন। তাঁর বক্তব্যে উঠে আসে এমন একটি ভবিষ্যতের চিত্র যেখানে চিকিৎসা হুবহু রোগীর জেনেটিক প্রোফাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এই লক্ষ্যে বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জিনোমিক্সের ব্যবহার নিয়ে বৈজ্ঞানিক আলোচনা হয়। আরও পড়ুন- Suvendu Adhikari: ‘রাতের অন্ধকারে চটি পায়ে পুলিশের তাণ্ডব’, নন্দীগ্রাম থানায় আগুনে ঝড় শুভেন্দুর! পুলিশকে চরম হুঁশিয়ারি গবেষণার বিভিন্ন অগ্রগতি সম্মেলনে সাতজন অতিথি বক্তা ও ১৬টি মৌখিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়। মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল, দীর্ঘায়ু ও বয়স বৃদ্ধির বিষয়ক গবেষণা: প্রফেসর আশিষ চৌধুরী কার্বনাইল প্রোটিন এগ্রিগেটসকে ব্যবহার করে দীর্ঘায়ু এবং মস্তিষ্কের বয়স নির্ধারণের নতুন কিছু বিষয় উপস্থাপন করেন। অংকোলজিতে অগ্রগতি: প্রফেসর গৌরিশঙ্কর সা ও প্রফেসর তন্যা দাস (বোস ইনস্টিটিউট) প্রচলিত কেমোথেরাপি থেকে ইমিউনো ভিত্তিক কৌশলের দিকে উন্নতির বিষয় আলোচনা করেন। বিশেষ করে ড্রাগ রেসিস্ট্যান্স মোকাবিলা এবং ক্যান্সার স্টেম সেল টার্গেটিং নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আরও পড়ুন- স্বর্ণ ব্যাবসায়ী খুনে এবার বিডিও-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, বিরাট বিপাকে 'দাবাং' অফিসার মেটাবলিক ডিসঅর্ডার: প্রফেসর (ডঃ) সতীনাথ মুখোপাধ্যায় টাইপ-২ ডায়াবেটিসের জন্য নোভেল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি পদ্ধতি নিয়ে আলোচনা করেন। তিনি বায়োঅ্যাকটিভ লিপিডস এবং অর্গানোকাইন্সের ভূমিকা জোর দিয়ে বলেন। জিনোমিক ইনসাইট: প্রফেসর শঙ্কর কুমার ঘোষ হিমোগ্লোবিনোপ্যাথির চিকিৎসায় ড্রাগ রিপারপজিং এবং আঞ্চলিক জেনেটিক প্রোফাইল ব্যবহার করে খরচ কমানোর কৌশল তুলে ধরেন। বৈচিত্র্যময় বৈজ্ঞানিক অবদান মৌখিক উপস্থাপনাগুলোতে চা বায়োঅ্যাকটিভ কম্পাউন্ডের চিকিৎসাগত সম্ভাবনা থেকে মাইক্রোপ্লাস্টিকের পরিবেশগত প্রভাবের মতো বিষয় উঠে আসে। এছাড়াও আলোচনা হয়, জিন এডিটিং: CRISPR-Cas9 ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট জিনোম মিউটেশন টার্গেটিং। আরও পড়ুন- SIR 2.0 West Bengal: আজ থেকে শুরু SIR-এর শুনানি, কোন কোন ডকুমেন্ট রেডি রাখবেন? নামের বানান ভূলে কী করবেন? বায়োটেকনোলজি: স্পাইডার সিল্ক উৎপাদনে ট্রান্সজেনিক ছাগলের ব্যবহার, যা কৃত্রিম লিগামেন্ট তৈরিতে সহায়ক। সাস্টেইনেবিলিটি: প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে খাদ্যে ভারী ধাতু দূষণ কমানোর উদ্যোগ। ইন্টিগ্রেটিভ মেডিসিন: আয়ুষ ও হোমিওপ্যাথির উচ্চ মাত্রার ডাইলিউশন পদ্ধতির অণুজীবী সিগনেচার নিয়ে আলোচনা। পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়ন সম্মেলনে শিক্ষাগত উদ্যোগও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা ইনবোল হেলথকেয়ারের অত্যাধুনিক ল্যাব পরিদর্শন করেন, যেখানে নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিং (NGS), বায়োইনফরমেটিক্স এবং মলিকিউলার ডায়াগনস্টিক্সের হ্যান্ডস-অন প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রোগ্রামগুলো তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে সংযুক্ত করে, পরবর্তী প্রজন্মের বৈজ্ঞানিকদের বৈশ্বিক স্বাস্থ্য খাতে সক্ষম করে তোলে।
Bangladesh Update: ফাটল আরও চওড়া, পদত্যাগ প্রভাবশালী নেত্রী তাসনিম জারার
ইতিমধ্যে ১২২টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। সেখানে তাসনিম জারাকে ঢাকা–৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) আসনের জন্য মনোনীত করা হয়। কিন্তু নির্বাচনে জামাতের সঙ্গে এনসিপি-র আসন সমঝোতার আলোচনার খবর সম্প্রতি সামনে আসে। এরপর এনসিপি-র অনেকের ক্ষোভ তৈরি হয়।
একরাতে চট্টগ্রামের ৪ মন্দিরে মৌলবাদীদের তাণ্ডব! দ্বেষের আগুনে পুড়ছে বাংলাদেশ
চট্টগ্রামের এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।
Purulia: মাছ খেয়েই দলে দলে হাসপাতালে ছুটলেন শবর জনজাতির মানুষ, সাংঘাতিক কাণ্ড পুরুলিয়ায়
জানা গিয়েছে, সেই পুকুর সরকারি অর্থে খননের পরই গ্রামেরই গৌরাঙ্গ সুন্দর মাহাতো নামের এক ব্যক্তি লিজ নিয়ে মাছ চাষ করতেন। পরবর্তীতে পুকুরে আর তাঁকে মাছ চাষ করতে দেওয়া হয়নি। দেওয়া হয়নি কোনও লিজও। তবু দখলে রাখার চেষ্টা করা হয়েছিল পুকুরটি। অন্যদিকে ওই পুকুরটি ব্যবহার করে আসছিলেন সবর জনজাতির মানুষজন।
Amit Shah: সন্ত্রাসবাদ দমনে ফের বড় বার্তা, পাকিস্তানকে কী বললেন শাহ?
ন্ত্রাসবাদ নির্মূলে কীভাবে দেশের তদন্তকারী সব সংস্থাগুলিকে একছাতার তলায় নিয়ে এসে কাজ করা উচিত সেই কথাই বলেছেন তিনি। পহেলগাঁওয়ের তদন্ত চলছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় জিরো টলারেন্স যে নীতি তার উল্লেখও করেছেন। এইবার ছায়াযুদ্ধ বন্ধ করবেন শাহবাজ-মুনির?
Salman Khan and MS Dhoni: সলমানের জন্মদিনে বড় চমক, মেহফিল লুটলেন এই বিশ্বজয়ী ক্রিকেটার!
২০০২-এর তালিকায় নেই মা, জন্মশংসাপত্রে আগের পক্ষের বাবার নাম, SIR হিয়ারিংয়ে কান্না তরুণীর
মানু বুঝতে পারছেন না, বাবার মৃত্যুর শংসাপত্র কোথায় পাবেন তিনি?
Offbeat destinations North Bengal: উত্তরবঙ্গের কালিম্পঙের পাহাড়ের অনন্য সাধারণ রূপ আর অভূতপূর্ব শান্তির পরিবেশ এক আলাদা আবহ তৈরি করে। কালিম্পঙের এক অফবিট গ্রাম চুইখিম। তাৎক্ষণিকভাবে যেকোনো পর্যটককে আকৃষ্ট করতে সক্ষম এই তল্লাট। শহরের ব্যস্ততা থেকে দূরে, প্রকৃতির কোলে গড়ে ওঠা এই গ্রাম যেন এক নীরব স্বর্গ। চুইখিম গ্রাম মূলত হিমালয়ের পাদদেশে বিস্তৃত। এখানে পৌঁছোতে শহরের গা বেয়ে পথে চলতে হয়, যার পথে পথে চা বাগান, সবুজ পাহাড় এবং ঝর্ণার দৃশ্য উপহার দেয়। গ্রামে ঢুকলেই চোখে পড়ে সাদামাটা চিরস্থায়ী কাঠের ঘর, যেখানে স্থানীয় মানুষজন তাদের দিন কাটান কৃষি ও পশুপালনের কাজে। এই গ্রামের মূল আকর্ষণ হল এখানকার শান্তি ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনধারা। আরও পড়ুন- Pabung Kurseong: উত্তরবঙ্গের লুকনো রত্ন পাবং! কার্শিয়ঙের অফবিট অপূর্ব পাহাড়ি গ্রাম মন কাড়ছে পর্যটকদের চুইখিমের অন্যতম আকর্ষণ হল গ্রামীণ হোমস্টে এবং স্থানীয় সংস্কৃতি। পর্যটকরা এখানে আসতে পারেন প্রকৃতির সঙ্গে সময় কাটাতে, স্থানীয় খাবার চেখে দেখতে এবং পাহাড়ি ট্রেইল ধরে হাঁটতে। গ্রামে বিশেষভাবে পরিচিত হলো স্থানীয় বাগান থেকে সংগৃহীত সবজি ও চা। এছাড়া, পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ছোট ছোট জলপ্রপাতও দর্শনীয়। সেখান থেকে ভোরের কুয়াশা এবং সূর্যোদয়ের দৃশ্য অসাধারণ সৌন্দর্য উপহার দেয়। আরও পড়ুন- Offbeat Places:'সেরার সেরা' ভ্রমণ অভিজ্ঞতা হবে! অপার্থিব সুখের ভাণ্ডার লুকিয়ে উত্তরবঙ্গের এই পাহাড়ি গাঁয়ে চুইখিম গ্রামের মানুষজন অতিথিপরায়ণ। তারা অতিথিদের স্বাগত জানান স্থানীয় খাদ্য এবং হস্তশিল্পের মাধ্যমে। এখানে রয়েছে ছোট হোমস্টে এবং গেস্টহাউস পর্যটকদের জন্য সাশ্রয়ী ব্যবস্থা প্রদান করে। আরও পড়ুন- Offbeat Destination: বাংলার এই পাহাড়ি গ্রামের মন্ত্রমুগ্ধকর পরিবেশের প্রেমে পড়বেনই! হৃদয় জুড়োতে এপ্রান্তের জুড়ি নেই! প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকার কারণে, চুইখিম ঘুরে দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে।সংক্ষেপে, কালিম্পঙের চুইখিম গ্রাম শান্তি, সবুজ, সংস্কৃতি ও পাহাড়ের এক অনন্য মেলবন্ধন। যারা শহরের ভিড়ে সময় কাটাতে চায় এবং প্রকৃতির কোলে স্বস্তি খুঁজছেন, তাদের জন্য চুইখিম যেন এক আদর্শ গন্তব্য।
Nandigram: ‘আপনারা যা করছেন, তার ফল ভুগতে হবে’, পুলিশকে আর কী কী বললেন শুভেন্দু?
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার অর্থাৎ ২৫ ডিসেম্বরের দিন তৃণমূলের তরফ থেকে একটি ট্যাবলো বের করা হয় নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামে।একটি টোটোতে ফ্লেক্স লাগিয়ে তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার করা হচ্ছিল। তাতেই বিজেপি কর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। এরপর নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলকর্মীরা।
EC Office: CEO দফতরে হাজির তৃণমূলের শীর্ষ ৫ নেতা, কেন?
এদিন ওইপ্রতিনিধি দলে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, মলয় ঘটক, অরুপ বিশ্বাস ও শশী পাঁজা।জানা গিয়েছে, কয়েকদিন আগে তৃণমূলের প্রতিনিধি দল সিইও দফতরে এসে এসআইআর প্রক্রিয়া সরলীকরণের দাবি জানিয়েছিল।
Bardhaman |হুইলচেয়ারে চড়ে এসআইআর শুনানিতে ৮৮ বছরের বৃদ্ধ! কমিশনের ভূমিকায় তুঙ্গে বিতর্ক
বর্ধমান: ৮৫ উর্ধ্ব প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়েই ভোটার তালিকার শুনানি সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শনিবার প্রখর রোদে হুইলচেয়ারে চেপে কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে শুনানিতে হাজির হতে হল ৮৮ বছর বয়সী প্রাক্তন সেনাকর্মী বিমলাচরণ পাঠককে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিমলাচরণ বাবু কাটোয়া বিধানসভার দীর্ঘদিনের ভোটার। তবে ২০০২ সালের ভোটার […] The post Bardhaman | হুইলচেয়ারে চড়ে এসআইআর শুনানিতে ৮৮ বছরের বৃদ্ধ! কমিশনের ভূমিকায় তুঙ্গে বিতর্ক appeared first on Uttarbanga Sambad .
AI-এর সাহায্যে পরীক্ষায় নকল করার অভিযোগ, ফোন কেড়ে নেওয়ায় ‘আত্মঘাতী’দশমের ছাত্রী
স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ বাবার।
গ্রামীণ কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, ঘটনাটি জানার পরই অত্যন্ত গুরুত্বের সঙ্গে পদক্ষেপ করা হয়। জোনাল ডিএসপি-র (ডিএনটি) তত্ত্বাবধানে স্থানীয় নুলিয়া ও বোট মালিকদের সহযোগিতায় পুলিশের নিজস্ব বোট দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। লঞ্চের মাঝি-সহ মোট ২৩ জন যাত্রীকে উদ্ধার করে নিরাপদস্থানে নিয়ে আসা হয়েছে।
Naushad Siddiqui: বিমান বসুকে দেওয়ার চিঠির উত্তর পেয়েই আলিমুদ্দিনে হাজির নওশাদ
CPIM-ISF: গত বিধানসভা নির্বাচনে একজোট হয়ে লড়েছিল সিপিএম, কংগ্রেস ও আইএসএফ। কিন্তু সেই ভোটে শুধুমাত্র একটি আসন পায় আইএসএফ, বাকিরা কেউ খাতাই খুলতে পারেনি। এরপর ২০২৪-এর লোকসভা নির্বাচনে জোটের বিষয়ে আলোচনা হলেও সিপিএম ও আইএসএফ আসন সমঝোতা নিয়ে একমত হতে না পারায়, তারা পৃথকভাবেই লড়াই করে। পরে আবার উপ নির্বাচনে একসঙ্গে লড়াই করে দুই দল।
কোরান নিয়ে বিতর্কিত মন্তব্য, অসীম সরকারকে ‘কুচি কুচি করে কাটা’র হুমকি, অভিযোগ দায়ের বিধায়কের
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
‘স্বপ্নের বয়স হয় না!’ইউটিউব কনটেন্ট থেকে জীবনের প্রথম আয় ৫২-র প্রৌঢ়ার, ভিডিও ভাইরাল
'সত্যিই অনুপ্রেরণাদায়ক', বলছেন নেটিজেনরা।
Vaibhav Suryavanshi Captain: ওয়ানডে ক্রিকেটে ভারতের নয়া অধিনায়ক বৈভব! চাঞ্চল্যকর সিদ্ধান্ত BCCI-এর
Vaibhav Suryavanshi: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য শনিবার (২৭ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। মোট ১৫ ক্রিকেটার এই স্কোয়াডে সুযোগ পেয়েছেন। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব আরও একবার আয়ুশ মাহত্রের হাতে তুলে দেওয়া হয়েছে। এই দলে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশীও। এর পাশাপাশি বিসিসিআই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজের জন্যও অনূর্ধ্ব-১৯ টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেছে। Vaibhav Suryavanshi meets PM Modi: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন বৈভব, আসল কারণটা জানেন? অধিনায়ক হলেন বৈভব ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। এই সফরে টিম ইন্ডিয়া প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজে বিশ্রাম দেওয়া হবে আয়ুশ মাহত্রেকে। তাঁর জায়গায় দলের অধিনায়কত্ব সামলাবেন বৈভব সূর্যবংশী। জানা গিয়েছে, মাহত্রের কবজিতে চোট রয়েছে। সেকারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিনি খেলতে পারবেন না। যদিও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনিই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। Vaibhav Suryavanshi: 'দেশের গর্ব' বৈভবের জন্য বিশেষ সম্মান, পুরস্কার তুলে দিলেন খোদ রাষ্ট্রপতি এশিয়া কাপে ভারতের দুর্দান্ত পারফরম্য়ান্স ইতিপূর্বে, ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। ২০২৫ এশিয়া কাপে টিম ইন্ডিয়া ফাইনাল পর্যন্ত অভাবনীয় লড়াই করেছে। ফাইনালে যদিও পাকিস্তানের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। বিগত কয়েকমাস ধরেই আয়ুশ মাহত্রের নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। vaibhav suryabanshi: অপেক্ষা কিসের? বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ শশী থারুর, গৌতম গম্ভীরের কাছে করলেন এই বিশেষ আবেদন ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড আয়ুশ মাহত্রে (অধিনায়ক), বিহান মলহোত্রা (সহ অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষান কুমার সিং, উদ্ধব মোহন। Vaibhav Sooryavanshi Century: অল্পের জন্য জন্য মিস ডবল সেঞ্চুরি! ফের ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষান কুমার সিং, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল, রাহুল কুমার।
উন্নাও কাণ্ড: কুলদীপের জামিনের প্রতিবাদে উত্তপ্ত দিল্লি, কংগ্রেস নেতা-সমাজকর্মীদের আটক পুলিশের
কুলদীপকে জামিন দেওয়ার পাশাপাশি তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশও স্থগিত করেছে দিল্লি হাই কোর্ট।
Nabadwip: এই বাংলায় আবারও সম্প্রীতির ছবি, নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণের মুখাগ্নি করলেন মুসলমান ভাইরা
Nadia: কিন্তু দেহ সৎকার করবে কে? এই নিয়ে যখন নানা বিস্তর কল্পনা-জল্পনা চলছে, সেই সময় সৎকারে এগিয়ে এলেন সেখানকার মুসলমান ভাইরা। হিন্দু মতেই তাঁর মুখাগ্নি করে শেষকৃত সম্পূর্ণ করা হল।স্থানীয় সূত্রে খবর, নবদ্বীপ মহিশুরা পঞ্চায়েতের উপপ্রধান আখমল শেখ ও জেলাপরিষদের সদস্যা আরজুবানু খাতুনের উদ্যোগে এই হিন্দু বৃদ্ধের সৎকার করা হয় নবদ্বীপ মহাশ্মশানে।
বুম্বা সেদিন আমায় মারতে উঠেছিল শুটিং ফ্লোরে, অতীতের কোন ঘটনা সামনে আনলেন শুভাশিস?
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সময়টা নয়ের দশকের শেষের দিক। প্রসেনজিতের সঙ্গে একের পর এক ছবিতে জুটি বেঁধে কমেডিতে ঝড় তুলছেন শুভাশিস মুখোপাধ্যায়। তাঁদের জুটি সুপার হিট। সেই কারণেই প্রসেনজিৎ ও শুভাশিসের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়ে উঠেছিল। তাই সব পরিচালকই চান, প্রসেনজিতের ছবিতে শুভাশিস অভিনয় করুন।
স্ক্রিনিং কমিটির ‘বিপক্ষে’ভোট দেবের, বাংলা ছবির মুক্তি নিয়ে জটিলতা আরও বাড়ালেন অভিনেতা?
শনিবার, ২৭ ডিসেম্বর ইম্পার অফিসে একটি বৈঠক বসে।
নরকযন্ত্রণার সাক্ষী! ওড়িশা থেকে ফিরে রানার সহকর্মী বলছেন, ‘আর ভিনরাজ্যে কাজ নয়’
ওড়িশায় কাজ করতে গিয়ে 'বাংলাদেশি' সন্দেহে পিটিয়ে খুন হন মুর্শিদাবাদের জুয়েল রানা।
Inspirational Story |৫২ বছর বয়সে ইউটিউব থেকে প্রথম আয়! ভারতীয় এক মায়ের সাফল্যে চোখে জল নেটপাড়ার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ইচ্ছে থাকলে উপায় হয়’—এই পুরনো প্রবাদটিকেই আরও একবার সত্যি করে দেখালেন ৫২ বছর বয়সী এক ভারতীয় জননী। বয়স যে স্রেফ একটা সংখ্যা মাত্র, আর সাফল্যের জন্য কঠোর পরিশ্রমই শেষ কথা, তা প্রমাণ করে দিলেন তিনি। দীর্ঘ প্রতীক্ষা আর প্রচেষ্টার পর ইউটিউব থেকে জীবনের প্রথম আয় হাতে পেয়ে আবেগে ভাসলেন এই মহিলা। […] The post Inspirational Story | ৫২ বছর বয়সে ইউটিউব থেকে প্রথম আয়! ভারতীয় এক মায়ের সাফল্যে চোখে জল নেটপাড়ার appeared first on Uttarbanga Sambad .
Mobile Price Hike: নতুন বছরে স্মার্টফোন কেনার আগে এটা অবশ্যই জেনে রাখুন
নতুন বছরে স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে এখনই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। কারণ, আগামী দিনে স্মার্টফোনের দাম প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। অর্থাৎ, আজ যে ফোনের দাম ২০ হাজার টাকা, অল্প সময়ের মধ্যেই তার দাম পৌঁছতে পারে প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি।
লক্ষ্য ‘মসৃণ’জোট, বামেদের ‘সাড়া পেয়ে’আলিমুদ্দিনে নওশাদ, কী কথা হল?
বামেদের কাছে কত আসনের দাবি নওশাদের?
Tarique Rahman: তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে নতুন সমীকরণ? বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ!
১৭ বছর পর বাংলাদেশে ফিরেই বাস্তব পরিস্থিতি বুঝে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান(Tarique Rahman), এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। দেশে ফেরার সময় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ও ভিড় চোখে পড়লেও, পরবর্তী ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহে স্পষ্ট হয়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। কট্টরপন্থী ও মৌলবাদীদের প্রভাব উপেক্ষা করে রাজনীতি করা যে আর সম্ভব নয়, তা বুঝে গিয়েছেন তারেক, এমনই ইঙ্গিত মিলছে।
ব্যক্তিত্ব, সম্ভ্রম ও ঐতিহ্যের আলো, শাড়ি নেহাত কয়েক গজের বস্ত্রখণ্ড নয়
২১ ডিসেম্বর ছিল বিশ্ব শাড়ি দিবস।
প্রতীক্ষার অবসান, সোমেই নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মমতা
প্রকল্পের জন্য ধার্য করা হয়েছে প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা।
Akash-NG: বক্সিং-ডে তে সেনার জন্য বিশেষ উপহার DRDO-র
পরিস্থিতি যেমনই হোক, ভারত নিজের নিরাপত্তা নিজেই সামলাতে সক্ষম, এই বার্তাই আবার স্পষ্ট হল। বড়দিনে নৌ- সেনাকে উপহার দিয়েছিলেন প্রতিরক্ষা বিজ্ঞানীরা, এবার বক্সিং ডে’তে সেনার জন্য উপহার দিল ডিআরডিও। নেক্সট জেনারেল আকাশ মিসাইল বা আকাশ এনজি যাবতীয় ট্রায়াল পেরিয়ে হামলার জন্য তৈরি।
Daily Magnesium Intake: ব্রেনের সক্ষমতা বাড়াতে চান? প্রতিদিন সাহায্য করবে ম্যাগনেসিয়াম
ই-চালানের নামে প্রতারণা! নিমেষেই খালি হতে পারে অ্যাকাউন্ট, কীভাবে সাবধান হবেন?
অনলাইন ট্রাফিক জরিমানার আড়ালে সক্রিয় বড়সড় প্রতারণা চক্র!
বাঙালি হেনস্তা নিয়ে দেশজুড়ে প্রতিবাদ করুক কংগ্রেস, রাহুল-খাড়গেদের কাছে আর্জি অধীরের
রাহুলকে বাংলায় এনে প্রচারে ঝড় তুলতে চান অধীর।
‘বিজেপির দেওয়া দু’কোটির টার্গেট পূরণের চেষ্টায় কমিশন’, এসআইআর নিয়ে ফের তোপ তৃণমূলের
আজ থেকেই শুরু হয়েছে শুনানি পর্ব।
Droupadi Murmu: সুখোইয়ের পর এবার সাবমেরিনে সওয়ার হচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
এর আগে দেশের একমাত্র রাষ্ট্রপতি হিসাবে এপিজে আব্দুল কালাম-ই সাবমেরিনে সওয়ার হয়েছিলেন, ২০০৬- সালে। সেবার INS সিন্ধুরক্ষকে চড়ে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা দেখান ভারতের 'মিসাইল ম্যান'। এবার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে এই ঐতিহাসিক সফর করবেন প্রেসিডেন্ট মুর্মু।
মৌলানার উসকানিতে পুলিশের মাথা কাটার হুমকি! বরেলি হিংসায় ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট
আগেই ১০টি মামলায় চার্জশিট দাখিল হয়েছে।
২০২৬-এর প্রথম দিনেই চার গ্রহের মহামিলন, বিরাট সৌভাগ্যের অধিকারী এই রাশিগুলি
বাড়বে সম্পত্তি, ব্যবসায় আসবে উপচে পড়া সুযোগ।
India U19 |অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত, দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়ক বৈভব সূর্যবংশী!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন অনূর্ধ্ব-১৯ (India U19) বিশ্বকাপ এবং দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বড় ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিশ্বকাপের জন্য আয়ুশ মাত্রেকে অধিনায়ক নির্বাচন করা হলেও, দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছে আয়ুশ মাত্রের হাতে। তবে চোটের […] The post India U19 | অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত, দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়ক বৈভব সূর্যবংশী! appeared first on Uttarbanga Sambad .
বৈভবের মুকুটে নতুন পালক, এবার জাতীয় দলের নেতৃত্বে ১৪ বছরের ক্রিকেটার
বিশ্বকাপেও কি নেতৃত্ব দেবে ভারতের এই বিস্ময় প্রতিভা?
আহতের সংখ্যা ১৯।
SIR in Bengal: শুনানি শুরুর দিনই সিইও অফিসে চন্দ্রিমারা, কী বললেন?
TMC: এদিন ওইপ্রতিনিধি দলে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, মলয় ঘটক, অরুপ বিশ্বাস ও শশী পাঁজা।জানা গিয়েছে, কয়েকদিন আগে তৃণমূলের প্রতিনিধি দল সিইও দফতরে এসে এসআইআর প্রক্রিয়া সরলীকরণের দাবি জানিয়েছিল।হিয়ারিং পর্বে সাধারণ ভোটাররা যাতে আতঙ্কিত হয়ে না পড়েন, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। এদিন রাজ্যজুড়ে হিয়ারিং শুরুর পর সিইও দফতরে আসেন চন্দ্রিমারা।
CEO: এবার থেকে কমিশনের অফিসে ঘিরে রাখবে কেন্দ্রীয় বাহিনী, বাড়ানো হল CEO-র নিরাপত্তাও, কিন্তু কেন?
Election Commission: এসআইআর ইস্যুতে একাধিকবার কমিশনের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূলপন্থী বিএলওরা। দফায়-দফায় তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। একাধিকবার কমিশনের দফতরে ঢোকার চেষ্টা করেছেন তাঁরা। পুলিশি ব্য়ারিকেড উপেক্ষা করেই কমিশনের অফিসে ঢোকার চেষ্টা করেছেন তাঁরা। এমনকী, কোনও-কোনও বিএলও ব্যারিকেডের উপরেও উঠে পড়েছিলেন।
পূর্ব বর্ধমানের কাঁকসার বাঁশকোপার টোল প্লাজায় একটি মারাত্মক পথ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একজন আহত হয়েছেন, যাকে পরবর্তীতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে আরেকটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দেওয়ার ফলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জানা যায়, টোল ট্যাক্স কাটার জন্য অপেক্ষায় ছিল একটি লরি। ঠিক সেই সময় পিছন থেকে অত্যন্ত দ্রুতগতির একটি গাড়ি এসে লরিটির পেছনে ধাক্কা মারে। আরও পড়ুন- ভোটার তালিকায় নেই তৃণমূলের জনপ্রিয় সাংসদের ছেলে-মা-বোন! SIR নিয়ে তোলপাড় বাংলার রাজনীতি ধাক্কায় গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান গাড়ির চালক এবং এক আরোহী। আহত ব্যক্তি গাড়ির পিছনের আসনে ছিলেন। প্রচেষ্টার পর পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে তাঁর শারীরিক পরিস্থিতি এখনও আশঙ্কাজনক। আরও পড়ুন- Suvendu Adhikari: ‘রাতের অন্ধকারে চটি পায়ে পুলিশের তাণ্ডব’, নন্দীগ্রাম থানায় আগুনে ঝড় শুভেন্দুর! পুলিশকে চরম হুঁশিয়ারি আসানসোল-দুর্গাপুরের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার জানান, “টোল প্লাজা এলাকায় স্বাভাবিকভাবে গাড়ির গতি কমানো উচিত। কিন্তু ওই গাড়িটি এত দ্রুতগতিতে টোল প্লাজায় প্রবেশ করেছিল যে মাত্র কয়েক ফুটের মধ্যে দুর্ঘটনা ঘটে যায়। আরও পড়ুন- West Bengal News Live Updates: দিল্লি কাঁপাল ‘অপারেশন আঘাত ৩.০’! নতুন বছরের আগে দিল্লিতে তাণ্ডব অভিযান! একদিনে ৬৬০ গ্রেপ্তার তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ব্রেকের বদলে এক্সেলেটরের পা পড়ে যাওয়াই এই দুর্ঘটনার কারণ।”প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।
শহরে সুপারহিরোদের মেলা! কলকাতা কমিক্স কার্নিভ্যালে জমজমাট আনন্দ পসরা
একছাদের তলায় ডিসি থেকে মার্ভেল, মাঙ্গা হয়ে সেই ইন্দ্রজাল কমিক্স!
Breakfast |সুস্থ থাকতে প্রাতরাশে আসুক বদল! ভ্যানিশ হবে সুগারও
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ত জীবন আর অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি এবং পেটের সমস্যা এখন ঘরে ঘরে। তবে পুষ্টিবিদদের মতে, দিনের প্রথম খাবার অর্থাৎ প্রাতরাশ বা ব্রেকফাস্ট যদি সঠিক হয়, তবে এই দুই সমস্যাকেই কাবু করা সম্ভব। রক্তে গ্লুকোজের মাত্রা স্থির রাখতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে প্রাতরাশে কিছু বিশেষ বদল আনার […] The post Breakfast | সুস্থ থাকতে প্রাতরাশে আসুক বদল! ভ্যানিশ হবে সুগারও appeared first on Uttarbanga Sambad .
পারথের পর মেলবোর্ন দু’দিনে শেষ টেস্ট, বিরাট আর্থিক ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া
দুই দলের অধিনায়কও পিচ নিয়ে সুর চড়িয়েছেন।
সিপিআইএম-কে রুখতেই হবে! দল ছেড়ে বিজেপির সঙ্গে জোট বাঁধলেন আট কংগ্রেস নেতা
ত্রিশুর জেলার মাত্তাথুর পঞ্চায়েতে ঘটে গেছে এক বড় রাজনৈতিক পরিবর্তন।
Garden Care Tips |শীতে ছাদবাগান সতেজ রাখতে গাছের বিশেষ যত্ন! রইল টিপস
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:উত্তুরে হাওয়ার পরশ লেগেছে শহরে। শীতের এই মরসুম যেমন ছাদবাগানের জন্য সেরা সময়, তেমনই সঠিক যত্নের অভাবে সাধের গাছগুলো শুকিয়ে যাওয়ার ভয়ও থাকে। শীতের রুক্ষতা থেকে ছাদের গাছ বাঁচাতে কৃষি বিশেষজ্ঞরা কিছু বিশেষ পরামর্শ দিয়েছেন। শীতকালে দিনের দৈর্ঘ্য ছোট হওয়ায় ছাদে রোদের টান পড়ে। তাই গাছগুলিকে এমন জায়গায় রাখুন যেখানে অন্তত ৫-৬ […] The post Garden Care Tips | শীতে ছাদবাগান সতেজ রাখতে গাছের বিশেষ যত্ন! রইল টিপস appeared first on Uttarbanga Sambad .
ISF-মিমের সঙ্গে জোট চান হুমায়ুন! ‘আগে বাবরি মসজিদ করুন’, টিপ্পনি অভিষেকের
ছাব্বিশের নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ দেখা যাবে, দাবি হুমায়ুন কবীরের।
Post Office Scheme: ৮.২% সুদের হার! নেই কোন ঝুঁকি, বিনিয়োগের আগে এই স্কিমের সুবিধা জানুন
Post Office Scheme: আজকের ব্যাস্ত জীবনে অবসর গ্রহণের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা প্রবীণ নাগরিকদের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কর্মজীবনে নিয়মিত আয় থাকলেও নির্দিষ্ট বয়সের পরে আয়ের উৎস কমে আসে, অথচ চিকিৎসা, সংসার ও দৈনন্দিন খরচ বেড়েই চলে। এই বাস্তবতার কথা মাথায় রেখেই ভারত সরকার প্রবীণ নাগরিকদের জন্য চালু করেছে প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প (সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম বা SCSS)। ডাকঘর এবং বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে পরিচালিত এই প্রকল্পে বর্তমানে বার্ষিক ৮.২ শতাংশ সুদ দেওয়া হচ্ছে, যা অনেক স্থায়ী আমানত (FD) ও অন্যান্য সঞ্চয় প্রকল্পের তুলনায় বেশি। সবচেয়ে বড় বিষয় হল, এটি সম্পূর্ণভাবে ভারত সরকারের গ্যারান্টিযুক্ত একটি আমানত প্রকল্প। ফলে বাজারের ওঠানামা, আর্থিক অনিশ্চয়তা বা ঝুঁকির কোনও প্রভাব এই বিনিয়োগে পড়ে না। এই স্কিমে এককালীন অর্থ জমা করলে বিনিয়োগকারীরা ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পান, যা অনেকটা পেনশনের মতো নিয়মিত আয়ের সুযোগ করে দেয়। প্রবীণ নাগরিকরা চাইলে এই সুদের টাকা নিয়মিত খরচের জন্য ব্যবহার করতে পারেন, আবার চাইলে তা তুলে না নিয়ে জমাও রাখতে পারেন। প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্পে ন্যূনতম ১,০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় এবং সর্বোচ্চ বিনিয়োগের সীমা ৩০ লক্ষ টাকা। এই প্রকল্পের মেয়াদ ৫ বছর, যা পরবর্তীতে আরও ৩ বছরের জন্য বাড়ানো যেতে পারে। অর্থাৎ সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত এই স্কিমে সুদের সুবিধা পাওয়া সম্ভব। সুদের হার সরকার সময়ে সময়ে নির্ধারণ করে এবং বর্তমানে ১ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর সুদের হার বার্ষিক ৮.২০ শতাংশ। সুদ ত্রৈমাসিক ভিত্তিতে অ্যাকাউন্টে জমা হয়। তবে কেউ যদি ত্রৈমাসিক সুদ তুলে না নেন, তাহলে তার উপর অতিরিক্ত সুদ দেওয়া হয় না। এই প্রকল্পে নমিনি যোগ করার সুবিধাও রয়েছে। একজন বা একাধিক নমিনি রাখা যায় এবং প্রয়োজনে যেকোনো সময় তা পরিবর্তন বা বাতিল করা সম্ভব। ফলে জরুরি পরিস্থিতি বা বিনিয়োগকারীর অনুপস্থিতিতে পরিবারের সদস্যদের আর্থিক সুরক্ষা নিশ্চিত হয়। রিটার্নের হিসাবে দেখা যাচ্ছে, যদি কোনও প্রবীণ নাগরিক এককালীন ৮,০০,০০০ টাকা এই স্কিমে জমা করেন, তাহলে ৫ বছরে তিনি মোট ৩,২৮,০০০ টাকা সুদ পাবেন। মেয়াদ শেষে তার হাতে মোট টাকা হবে ১১,২৮,০০০ টাকা। ত্রৈমাসিক সুদ নেওয়ার ক্ষেত্রে তিনি প্রতি তিন মাসে প্রায় ১৬,৪০০ টাকা করে পেতে পারেন, যা মাসিক খরচ, ওষুধ কিংবা অন্যান্য প্রয়োজন মেটাতে বিশেষ কার্যকর। সব মিলিয়ে, প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প অবসর জীবনে শুধু আর্থিক সুরক্ষা নয়, মানসিক নিশ্চয়তাও প্রদান করে। নিশ্চিত ও ঝুঁকিহীন রিটার্নের কারণে বহু প্রবীণ নাগরিকের কাছে এটি একটি ভরসাযোগ্য বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞদের মতে, কোনও বিনিয়োগের আগে ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি বিবেচনা করে আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়াই শ্রেয়। আরও পড়ুন- পুলিশের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল করে চরম বিপাকে, পরিণতি জানলে চমকে উঠবেন আরও পড়ুন- ছেলের জন্মদিনে দিনভর পথচারীদের পেট পুরে খাইয়ে নজির, ডালপুরি বিক্রেতার মহানুভবতাকে কুর্নিশ আরও পড়ুন- '১৯৭১ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি প্রয়োজন', বাংলাদেশে হিংসা কাণ্ডে এবার ইউনূসের বিরুদ্ধে 'বোমা ফাটালেন' শুভেন্দু আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা
Amit Shah: বাংলায় ৩ দিনের সফরে কখন কী কর্মসূচি শাহর? শমীক-শুভেন্দুদের কোন টোটকা দেবেন?
Amit Shah in West Bengal: চলতি বছরের শেষ দিনেও বাংলায় কয়েক ঘণ্টা থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন হোটেল থেকে সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ইসকন কলকাতায় পৌঁছবেন। সেখানে প্রায় আধ ঘণ্টা থাকবেন। এরপর একটি হোটেলে রাজ্যের বিধায়ক ও সাংসদদের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করবেন তিনি। রাজনীতির কারবারিরা বলছেন, ওই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।
প্রোটিয়াদের কাছে হারের পরই গম্ভীর বিদায়ের প্রস্তুতি, ঠিক হয় উত্তরসূরিও! বিস্ফোরক বোর্ড কর্তা
টেস্ট ক্রিকেটে কোচ হিসাবে 'চূড়ান্ত ব্যর্থ' গৌতম গম্ভীর।
হায়দরাবাদের পদপিষ্ট কাণ্ডে চার্জশিটে নাম আল্লু অর্জুনের, চাপ বাড়ল ‘পুষ্পা’র!
গত বছর হায়দরাবাদের ঘটনায় হইচই পড়ে গিয়েছিল গোটা দেশে।
Recipe |জিভে জল আনা রেস্তোরাঁ স্টাইল শাহি দই চিকেন, জমে যাক রবিবারের দুপুর
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছুটির দুপুরের আড্ডা হোক বা রাতের ডিনার— পাতে যদি একটু অন্যরকম স্বাদের মাংস থাকে, তবে খাওয়াটা বেশ জমে ওঠে। সাধারণ চিকেন কারি তো আমরা রোজই খাই, কিন্তু স্বাদবদল করতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন রেস্তোরাঁ স্টাইল ‘শাহি দই চিকেন’। খুব কম পরিশ্রমে এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু পদটি। […] The post Recipe | জিভে জল আনা রেস্তোরাঁ স্টাইল শাহি দই চিকেন, জমে যাক রবিবারের দুপুর appeared first on Uttarbanga Sambad .
মত্ত বিজেপি নেতার গাড়ির চাকায় পিষে গেল শিশু! পালাতে ‘সাহায্য’পুলিশের, ক্ষুব্ধ জনতা
স্থানীয়দের অভিযোগ, ওই নেতাকে পালাতে সাহায্য করেছে পুলিশ।
জন্মসংখ্যা ৭: ব্যবসায় অপ্রত্যাশিত উত্থান-পতন, ছাব্বিশে বিয়েতে তাড়াহুড়ো করলেই বিপদ!
ছাব্বিশে নাজেহাল করতে পারে জলবাহিত রোগ!
সলমনের হুঁশিয়ারিতে পিছু হঠলেন আলিয়া! ‘ব্যাটেল অফ গালওয়ানে’র ভয়ে পিছোল ‘আলফা’
ছাব্বিশে বক্স অফিস যুদ্ধের ভয়ে বলিউড রিলিজে বড়সড় রদবদল!
প্রথম জয় মেদিনীপুরের, বিএসএলে নর্থ ২৪ পরগনার কাছে আটকে গেল সুন্দরবন
শনিবার বেঙ্গল সুপার লিগে ছিল ডবল হেডার।
খুনের হুমকি তেজকে! তড়িঘড়ি থানায় ছুটলেন লালুর ত্যাজ্যপুত্র
হুমকির অভিযোগ তেজেরই দলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে।
‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’, ২৬ জয়ে নতুন স্লোগান নিয়ে মাঠে নামছেন অভিষেক
নির্বাচনের আগে নতুন স্লোগান তৃণমূলের।
Abhishek Banerjee: এবার নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’, সূচনা করবেন অভিষেকই
Sebaashray in Nandigram: যুযুধান দুই রাজনৈতিক দলের নন্দীগ্রামে প্রার্থী কারা হবেন, তা এখনও ঠিক হয়নি। এরই মধ্যে নন্দীগ্রাম নিয়ে বড় পদক্ষেপ করলেন অভিষেক। ২০২৫ সালে ২ জানুয়ারি অভিষেক ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের সূচনা করেছিলেন। সেই স্বাস্থ্য শিবির চলেছিল ৭৫ দিন। তবে তা অভিষেকের সংসদ এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আবার ১ ডিসেম্বর থেকে সেবাশ্রয়-২ স্বাস্থ্য শিবির শুরু হয়েছে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।
TMC |‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা!’ নতুন স্লোগান ও কর্মসূচি ঘোষণা অভিষেকের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনী লড়াইয়ের ময়দানে কোমর বেঁধে নামল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের নতুন স্লোগান (TMC New Slogan) এবং কর্মসূচির লোগো প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল শিবিরের এবারের নতুন রণধ্বনি— ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’। রাজনৈতিক […] The post TMC | ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা!’ নতুন স্লোগান ও কর্মসূচি ঘোষণা অভিষেকের appeared first on Uttarbanga Sambad .
FBI-এর ঠিকানা বদল! ৫০ বছর পেরিয়ে স্থান পরিবর্তন কেন? জানালেন ট্রাম্প-ঘনিষ্ঠ গোয়েন্দাকর্তা
কোন ঠিকানায় এফবিআই, জানালেন কাশ।
ঢাকার কাছে মাদ্রাসায় বিস্ফোরণ! দুই শিশুসহ চারজন আহত, উদ্ধার রাসায়নিক ও বোমা তৈরির সরঞ্জাম
ঢাকার কাছে দক্ষিণ কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় দুই শিশুসহ চারজন আহত হয়েছেন। হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই বিস্ফোরণ ঘটে বলে সংবাদমাধ্যম Bdnews24 জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় মাদ্রাসার অন্তত দুটি ঘরের দেওয়াল ধসে পড়ে। পাশাপাশি ছাদের অংশ ও স্তম্ভে বড়সড় ফাটল দেখা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বড় চমক! ওয়েইসির AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবীরের স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার পর পুলিশ মাদ্রাসা চত্বর থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ, অপরিষ্কার বিস্ফোরক এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এর ফলে ওই মাদ্রাসায় কী ধরনের কার্যকলাপ চলছিল, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আরও পড়ুন- Abhishek Banerjee: ‘ভোটার বাছছে BJP! গায়ের জোরে SIR’, নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের জানা গিয়েছে, মাদ্রাসাটিতে সাধারণত প্রায় ৫০ জন পড়ুয়া পড়াশোনা করে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঘটনার সময় কোনও ক্লাস চলছিল না। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকেই। এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ বা এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের তরফে কোনও স্পষ্ট তথ্য জানানো হয়নি। কীভাবে বিস্ফোরক সামগ্রী মাদ্রাসার ভিতরে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন- ভোটার তালিকায় নেই তৃণমূলের জনপ্রিয় সাংসদের ছেলে-মা-বোন! SIR নিয়ে তোলপাড় বাংলার রাজনীতি উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে একের পর এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অনুষ্ঠানের উপর হামলার ঘটনা সামনে এসেছে। ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর মতো প্রতিষ্ঠানের উপরও সাম্প্রতিক সময়ে হামলার অভিযোগ উঠেছে, যা দেশজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।
আঙুলের আকারই বলে দেবে আপনার প্রিয়জন কেমন মানুষ! জেনে নিন কীভাবে বুঝবেন
হস্তরেখা শাস্ত্র অনুযায়ী, আমাদের হাতের পাঁচটি আঙুল সৌরজগতের পাঁচটি ভিন্ন ভিন্ন গ্রহের শক্তির প্রতিনিধিত্ব করে। বিখ্যাত জ্যোতিষী ডক্টর বাসবরাজ গুরুজি তর্জনী আঙুলের গুরুত্ব ও এর গঠন নিয়ে বিশেষ আলোকপাত করেছেন।
যৌনাঙ্গে আঘাতের চিহ্ন, হুঁশ ফেরার পর মেলেনি অন্তর্বাস, রাজস্থানে গাড়িতে ‘গণধর্ষণে’নয়া তথ্য
তথ্যপ্রযুক্তি কর্মী তরুণীকে গণধর্ষণে অভিযুক্ত সংস্থার সিইও-সহ ৩।
ঘরোয়া ক্রিকেটে রোহিত-কোহলি, বাদ গিল, তারকাপ্রথা বিদায়ে ‘সফল’গম্ভীর, চ্যাপেলের পরিণতি হবে না তো?
মহাতারকা বিদায় বুমেরাং হচ্ছে না তো?
পিস্তল দেখিয়ে হোটেল মালিককে হুমকি! তোলাবাজির চেষ্টায় খড়গপুরে গ্রেপ্তার বিজেপি কর্মী
চরমে উঠেছে তৃণমূল-বিজেপির তরজা।
Election Commission: হঠাৎ কেন বাড়ানো হল মনোজ আগরওয়ালের নিরাপত্তা?
CEO দফতরে দফায় দফায় তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভের জের। নিরাপত্তায় এবার মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বস্তুত, এই মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কম ক্ষোভ উগরে দেয়নি তৃণমূল। ইচ্ছাকৃত ভাবে বাংলার নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিল এ রাজ্যের শাসকদল। এই আবহের মধ্যেই মনোজ আগরওয়ালকে নিরাপত্তা।
রুদ্ধশ্বাস! সমুদ্রে হিংস্র হাঙরের কামড় থেকে বিজ্ঞানীকে বাঁচাল অতিকায় তিমি
সমুদ্রের তলদেশে ৭ মিনিটের সেই ভিডিও দেখে মুগ্ধ সকলে!
Mithun Chakraborty |‘আমি জাত গোখরো’, কুলটির সভা থেকে তর্জন-গর্জন মিঠুনের
কুলটি: ‘অতো সহজ নয় বাংলাকে বাংলাদেশ করে দেওয়া। শেষ রক্তবিন্দু দিয়ে আমরা বাংলাকে বাঁচাবো।’ শনিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার আলডি ফুটবল ময়দানে বিজেপির এক জনসভা (Kulti BJP Rally) থেকে এভাবেই কড়া হুঁশিয়ারি দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন সনাতনীদের একজোট হওয়ার জোরালো ডাক […] The post Mithun Chakraborty | ‘আমি জাত গোখরো’, কুলটির সভা থেকে তর্জন-গর্জন মিঠুনের appeared first on Uttarbanga Sambad .
Whatsapp happy new year 2026 stickers: নতুন বছরকে স্বাগত জানাতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এ এখন পাওয়া যাচ্ছে ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৬’ থিমের একটি বিশেষ স্টিকার প্যাক। উৎসবের আনন্দ আরও বাড়াতে এই প্যাকে পার্টি টুপি, বেলুন এবং ২০২৬ সালের ভিজ্যুয়াল সহ বিভিন্ন আনন্দঘন WhatsApp চরিত্র তুলে ধরা হয়েছে। ২০২৫ সাল শেষের মুখে দাঁড়িয়ে নতুন বছরকে ঘিরে এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি। হোয়াটসঅ্যাপের এই নতুন স্টিকার প্যাকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, আইফোনের পাশাপাশি ল্যাপটপ ও ট্যাবলেটেও ব্যবহার করা যাবে। ডাউনলোডের প্রক্রিয়াও রাখা হয়েছে অত্যন্ত সহজ। স্টিকার প্যাকে অ্যানিমেটেড ও স্ট্যাটিক দু’ধরনের স্টিকারই রয়েছে, যেগুলি পরিবারের সদস্য, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে সহজেই শেয়ার করা যাবে। স্টিকারগুলির ফাইল সাইজ ছোট হওয়ায় দ্রুত ডাউনলোডও সম্ভব। স্টিকার প্যাকটি ডাউনলোড করতে প্রথমে ফোনে WhatsApp খুলে যেকোনো একটি চ্যাটে প্রবেশ করতে হবে। মেসেজ বক্সের পাশে থাকা স্টিকার আইকনে ট্যাপ করার পর সার্চ বক্সে “হ্যাপি নিউ ইয়ার ২০২৬” লিখে খুঁজলেই একাধিক স্টিকার প্যাক দেখা যাবে। সেখান থেকে পছন্দের প্যাকটি ডাউনলোড করা যাবে। ডাউনলোড সম্পূর্ণ হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে স্টিকার ট্রেতে যুক্ত হয়ে যাবে। স্টিকার পাঠানোর পদ্ধতিও খুবই সহজ। যেকোনো চ্যাট বা গ্রুপ চ্যাট খুলে স্টিকার আইকনে ট্যাপ করতে হবে। এরপর স্টিকার ট্রে থেকে পছন্দের স্টিকার নির্বাচন করে পাঠালেই তা সঙ্গে সঙ্গে শেয়ার হয়ে যাবে। এইভাবেই নববর্ষের শুভেচ্ছা জানাতে ‘শুভ নববর্ষ ২০২৬’ স্টিকার প্যাক ব্যবহার করে আপনজনদের কাছে আনন্দের বার্তা পৌঁছে দিতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে আরও পড়ুন- ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি ! আরও পড়ুন- এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ আরও পড়ুন- নতুন বছরে কতটা দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? জানলে মাথা ঘুরে যাবে আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক
Abhishek Banerjee: ‘আমরা সুপ্রিম কোর্টে যাব তো…’, কমিশনের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুঙ্কার অভিষেকের
সাংসদ অভিষেক এ দিন আরও একবার বলেছেন, বিজেপি বলেছিল বাংলা হল আঁতুড়ঘর। অথচ বাকি যে সব রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানের থেকে কম সংখ্যক নাম বাংলায় বাদ গিয়েছে। কমিশনের উচিৎ কান ধরে ক্ষমা চাওয়া। এমনকি তৃণমূল সাংসদ এ দিন এও অভিযোগ করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি (নামে অসঙ্গতি) নিয়ে।
সলমনের জন্মদিনে ‘দাবাং’মেজাজে ছবি ধোনির, তবু লাইমলাইটে সাক্ষীই! কীভাবে?
খোশমেজাজে দেখা গিয়েছে সাক্ষীকে।
বড়দিন শেষে নিউ ইয়ার রেজোলিউশন! রইল মাত্র ৫ দিনেই শরীরকে রি-সেট করার সেরা ডায়েট প্ল্যান
পুষ্টিবিদদের মতে, মাত্র পাঁচ দিন নিয়ম মেনে চললেই শরীর আবার আগের অবস্থায় ফিরবে।
পায়রাকে খাওয়ানোর অপরাধ! ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল মুম্বইয়ের আদালত
যুবক সরকারি আদেশ লঙ্ঘন করেছে বলে জানিয়েছে আদালত।
দ্বেষের বাংলাদেশে ‘রসাতলে’সংস্কৃতি! জেমসের কনসার্টে হামলায় গর্জে উঠল বাংলার শিল্পীমহল
কট্টরপন্থীদের তাণ্ডবে পণ্ড জেমসের কনসার্ট! কী বলছেন বাংলার শিল্পীরা?
কনসার্টে তারাকে জাপটে ধরে চুমু এপি ধিলোঁর, রেগে লাল প্রেমিক বীর! ভিডিও ভাইরাল
সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নিয়ে শুরু জোর চর্চা।
লালুপত্নীর বাসভবনে সোনা-রুপোয় ভরা গুপ্তকক্ষ! চাঞ্চল্যকর দাবি নীতীশের জেডিইউ-র
বৃহস্পতিবার গোপনে ওই আবাসন থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়।
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে বলে আরও একবার অভিযোগ করেছেন অভিষেক।
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে বলে আরও একবার অভিযোগ করেছেন অভিষেক।
NJP |স্কুলের গা ঘেঁষে মোবাইল টাওয়ার! শিলিগুড়ির NJP-তে জনরোষের মুখে বন্ধ কাজ
শিলিগুড়ি: জনবসতিপূর্ণ এলাকা এবং প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (NJP) সংলগ্ন এলাকা। স্থানীয় বাসিন্দাদের তীব্র আন্দোলনের জেরে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হল পুলিশ। বর্তমানে টাওয়ার নির্মাণের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন জগদ্ধাত্রী মন্দিরের পাশে অবস্থিত ভক্তিনগর স্পেশাল […] The post NJP | স্কুলের গা ঘেঁষে মোবাইল টাওয়ার! শিলিগুড়ির NJP-তে জনরোষের মুখে বন্ধ কাজ appeared first on Uttarbanga Sambad .
এসআইআর (SIR) ইস্যুতে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, তাড়াহুড়ো করে এবং সম্পূর্ণ অপরিকল্পিতভাবে রাজ্যে এসআইআর চালানো হয়েছে, যার জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “গায়ের জোরে দু-তিন মাসের মধ্যে এসআইআর করা হয়েছে। এই এসআইআরের কারণে রাজ্যে একের পর এক মৃত্যু হয়েছে। এসআইআর ও এনআরসি-র ভয়ে অন্তত ৪৫ জন সাধারণ মানুষ আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। পরিবারের লোকেরাই বলছেন, এসআইআর-এর চাপে তারা আত্মঘাতী হয়েছেন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। এখনও ছ’জন হাসপাতালে ভর্তি রয়েছেন।” আরও পড়ুন- West Bengal News Live Updates: দিল্লি কাঁপাল ‘অপারেশন আঘাত ৩.০’! নতুন বছরের আগে দিল্লিতে তাণ্ডব অভিযান! একদিনে ৬৬০ গ্রেপ্তার তিনি আরও বলেন, এসআইআর-এর খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে, রাজ্যে ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। তাঁর দাবি, “এখন ভোটার বেছে নিচ্ছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার। বেছে বেছে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে।” অভিষেকের দাবি, নির্বাচন কমিশনের নিজস্ব তথ্য অনুযায়ী এসআইআর-এর ফলে বাংলায় সবচেয়ে কম ভোটার বাদ পড়েছে। তবুও জোর করে রাজ্যে এই প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। বিজেপির তরফে বারবার দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ও বাংলাদেশিরা ভোটার তালিকায় ঢুকে পড়েছেন। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “এই ৫৮ লক্ষ ২০ হাজার ভোটারের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা? সেই তথ্য নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে।” আরও পড়ুন- Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা তৃণমূল সাংসদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই বাবার নাম বা বয়সের সামান্য গরমিলের কারণে ভোটারদের সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি প্রশ্ন করেন, “একদিনে কোন সফটওয়্যার ব্যবহার করে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে চিহ্নিত করা হল? যদি সন্দেহ থাকে, তাহলে সেই তালিকা প্রকাশ করতে হবে। শুধু বলা হল কতজন ফেল করেছে, কিন্তু কারা ফেল করেছে তা জানানো হবে না, এটা হতে পারে না।” আরও পড়ুন- Suvendu Adhikari: ‘রাতের অন্ধকারে চটি পায়ে পুলিশের তাণ্ডব’, নন্দীগ্রাম থানায় আগুনে ঝড় শুভেন্দুর! পুলিশকে চরম হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, বহু ভোটার জীবিত থাকা সত্ত্বেও তাঁদের মৃত হিসেবে দেখানো হয়েছে। তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বর তৃণমূলের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে ১ কোটি ৩৬ লক্ষ সন্দেহজনক ভোটারের তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে সময়সীমা বেঁধে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তিনি।
বিধানসভা ভোটের আগে বড় চমক! ওয়েইসির AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবীরের
এবার আসাদউদ্দিন ওয়েইসির দল AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন চর্চা শুরু হল। সদ্য গঠিত ‘জনতা উন্নয়ন পার্টি’-র পক্ষ থেকে এই জোট প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে AIMIM। দলের পশ্চিমবঙ্গ সভাপতি ইমরান সোলাঙ্কির বক্তব্য, তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর নিজেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে আসন্ন বিধানসভা নির্বাচনে জোটের প্রস্তাব দিয়েছেন। ইমরান সোলাঙ্কি জানান, হুমায়ুন কবীরের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। তবে এই জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও আলোচনা যে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করেছে AIMIM নেতৃত্ব। আরও পড়ুন- Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা উল্লেখ্য, আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই আবহেই নতুন রাজনৈতিক দল গঠন করেছেন হুমায়ুন কবীর। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন দল ঘোষণা করেন তিনি। নতুন দল গঠনের পরেই AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করছে মিম নেতৃত্ব। আরও পড়ুন- ভোটার তালিকায় নেই তৃণমূলের জনপ্রিয় সাংসদের ছেলে-মা-বোন! SIR নিয়ে তোলপাড় বাংলার রাজনীতি ইমরান সোলাঙ্কি বলেন, “হুমায়ুন কবীর আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আসন্ন নির্বাচনে জোটের প্রস্তাব দিয়েছেন। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আসাদউদ্দিন ওয়েইসি নিজে। সিদ্ধান্ত হলে আমরা তা সংবাদমাধ্যমকে জানাব।” আরও পড়ুন- Suvendu Adhikari: ‘রাতের অন্ধকারে চটি পায়ে পুলিশের তাণ্ডব’, নন্দীগ্রাম থানায় আগুনে ঝড় শুভেন্দুর! পুলিশকে চরম হুঁশিয়ারি একই সঙ্গে তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের বড় অংশ আসাদউদ্দিন ওয়েইসির নেতৃত্বের দিকেই তাকিয়ে রয়েছে। পাশাপাশি AIMIM-এর তরফে আরেকটি রাজনৈতিক দাবি সামনে আনা হয়েছে। ইমরান সোলাঙ্কির বক্তব্য, তাঁরা চান আগামী দিনে পশ্চিমবঙ্গের উপ-মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা থেকেই কেউ একজন হন। এই জোট প্রস্তাব ও উপ-মুখ্যমন্ত্রী সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আসতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

9 C