Mali |মালিতে কাজে গিয়ে অপহৃত! ৫ ভারতীয়কে নিরাপদে ফেরাতে কূটনৈতিক পদক্ষেপ বিদেশমন্ত্রকের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে (Mali) কাজ করতে গিয়ে অপহৃত হয়েছেন পাঁচ ভারতীয় (Indians kidnapped)। তবে এবার তাঁদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে পদক্ষেপ করল ভারতীয় বিদেশমন্ত্রক (MEA)। অপহরণের বিষয়টি নিশ্চিত করে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস মালির কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কাজ করে চলেছে, যাতে ওই ভারতীয়দের নিরাপদ […] The post Mali | মালিতে কাজে গিয়ে অপহৃত! ৫ ভারতীয়কে নিরাপদে ফেরাতে কূটনৈতিক পদক্ষেপ বিদেশমন্ত্রকের appeared first on Uttarbanga Sambad .
স্বামী প্রণবানন্দ যোগাসন প্রতিযোগিতা, দক্ষিণ ২৪ পরগনায় প্রথমবার এত বড় আয়োজন
৮০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়।
‘বন্দে মাতরম’গাইতেই হবে, বঙ্কিম-আবেগ উসকে উত্তরপ্রদেশের স্কুল-কলেজকে নির্দেশ যোগীর
বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে দেশজুড়ে উদযাপনের পরিকল্পনা বিজেপির।
Jio AI Mutual Fund: জিওর নতুন মিউচুয়াল ফান্ড, Artificial Intelligence যুক্ত হয়ে নিয়ে এসেছে বিপ্লব!
Artificial Intelligence Mutual Fund By Jio BlackRock: আগে জিও ব্ল্যাকরক মূলত নিফটির মতো কোনও সূচককে ট্র্যাক করে এমন প্যাসিভ মিউচুয়াল ফান্ড তৈরি করত। কিন্তু এই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড তাদের প্রথম অ্যাকটিভ মিউচুয়াল ফান্ড। এটি শুধু কোনও সূচককে অনুসরণ করবে না।
Widow Cuisine of Bengal: বাঙালির রান্না মানেই মাছ, মাংস, চিংড়ি— এই ধারণা আজও অনেকের মনে বসে আছে। কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। আসলে বাঙালির নিরামিষ রান্নার মূল ভিত্তি গড়ে উঠেছিল একদল নিঃস্ব বিধবার হাত ধরে। সমাজের কঠোর নিয়ম, খাদ্যনিয়ন্ত্রণ আর বঞ্চনার মধ্যেই তাঁরা সৃষ্টি করেছিলেন এমন সব স্বাদ, যা আজ বাঙালির রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ। শুরুটা কোথা থেকে? প্রায় ৮০০ বছর ধরে বাংলার বিধবাদের ওপর চলেছে কঠোর সামাজিক নিষেধ। চুল কেটে ফেলা, সাদা খদ্দরের শাড়ি পরানো, নিরামিষ রান্না খাওয়া- জীবনযাপনে ছিল বাধ্যতামূলক। তাঁদের খাদ্যতালিকা থেকে মাছ, মাংস তো বটেই, বাদ পড়েছিল পেঁয়াজ, রসুন, লঙ্কা, মসুর ডালও। কারণ এসব খাবারকে ‘রতিকর’ বলা হত— যা নাকি কামনা বাড়ায়! আরও পড়ুন- শীতের সকালে লোটে আর কাচকির একঘেয়েমি কাটাতে, ঝাল পেঁয়াজ-রসুনে করুন বাজিমাত! এই অত্যাচারের জবাব বাঙালি বিধবারা নিজেদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে দিয়েছেন। তাঁরা যা কিছু হাতে পেতেন— আলু, বেগুন, কুমড়ো, লাউ, পটল, বোরি, পোস্ত, সর্ষে— সেগুলো দিয়েই তৈরি করতে শুরু করেন নতুন নানা পদ। জন্ম নেয় চিরচেনা নিরামিষ নানা পদ। আজ যেসব পদ বাঙালি উৎসব-অনুষ্ঠানে খায়, তার অনেকগুলোই সেই সব বিধবাদের রান্নার দান। আরও পড়ুন- রাষ্ট্রগুরু, ভারতীয় জাতীয়তাবাদের প্রথম আলোকবর্তিকা, জানুন তাঁর অজানা কথা এর মধ্যে অন্যতম হল আলু-পোস্ত। আলু, পোস্ত, কাঁচালঙ্কা, কালোজিরা আর সর্ষের তেলে তৈরি এই পদ আজও বাঙালির প্রিয় রান্না। নানা রকম সবজির মিশ্রণে হালকা তেতো-মিষ্টি স্বাদের রান্না শুক্তো, ভাতের প্রথম পদের রাজা। একসঙ্গে বহু সবজির মিশ্রণ, পাঁচফোড়ন আর আদা-সর্ষে দিয়ে তৈরি লাবড়া বাঙালি তার ঘরের রান্না করে তুলেছে। মাছের পাতুরির কায়দায় তৈরি নিরামিষ, কলাপাতায় বাষ্পে রান্না করা ছানার পদ- ছানার পাতুরিও এই বাঙালি বিধবাদেরই দান। আরও পড়ুন- এই দুটি নির্দিষ্ট যোগব্যায়ামে বাড়ে আয়ু! কেন বলা হচ্ছে এমন কথা? বাঙালি বিধবাদের রান্নায় ফেলে দেওয়া জিনিসের ব্যবহার ছিল প্রবল। সামাজিক নিপীড়নে তৈরি হওয়া অভাব ঢাকতে তাঁরা নতুন নীতি নিয়েছিলেন। সেই নীতি হল- 'অপচয়েই বাড়ে অভাব।' এই নীতি মেনে বাঙালি বিধবারা রান্না শেষে পরে থাকা সবজির খোসা, ডাঁটা বা ফেলে দেওয়া অংশ দিয়ে বানাতে শুরু করেন নতুন, মনভোলানো সব পদ। যার অন্যতম ছিল আলুর খোসা ভাজা, লাউয়ের খোসা ভাজা, ফুলকপির ডাঁটার চড়চড়ি। এই পদগুলো স্বাদে এবং পুষ্টিতে ভরপুর হওয়ায় সহজে জায়গা পেয়ে যায় বাঙালির হেঁশেলে। আরও পড়ুন- খুব চুল পড়ছে? দূর করুন এই ৫ ভিটামিনের সমস্যা, চুল হবে ঘনকালো ও মসৃণ! বাঙালি বিধবাদের রান্নার সৃষ্টিশীলতায় আরও এক দিক ছিল— আমিষের বিকল্প নিরামিষ পদ। যেমন — কাঁচকলার কোপ্তা, যা দেখতে একদম মিটবলের মত। ছানার ‘ডিমের ডালনা’, যেখানে ডিমের আকৃতির ছানার বল গ্রেভিতে দেওয়া হয়। এঁচোড়ের ডালনা বা নিরামিষ মাংস। যা আসলে কচি কাঁঠাল দিয়ে তৈরি। আজও বাঙালির প্রতিটি নিরামিষ থালায় অতীতের সেই বিধবাদের রান্নার ছায়া রয়েছে। পোস্ত, সর্ষে, বোরি, পাঁচফোড়ন— এ সব উপাদান সেই সময় থেকেই এসেছে। আজ যাকে আমরা 'বাঙালির নিরামিষ পদ' (Bengali Vegetarian Cuisine) বলি, তার মূল রন্ধনশিল্পী ছিলেন সেই বাঙালি বিধবারাই। তাঁরা নিঃশব্দে বাঙালির রান্নায় উৎকর্ষতা এনেছেন। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় বিধবাবিবাহ প্রবর্তনের মাধ্যমে নতুন পথ দেখিয়েছিলেন। আর এই বিধবারা তাঁদের নিঃস্ব জীবনে সৃষ্ট করেছিলেন এমন এক নিরামিষ রান্নার ধারা, যা বাঙালির খাদ্যসংস্কৃতিকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে।
জাহানারার যৌন হেনস্তার অভিযোগে তদন্ত কমিটি, ‘প্রধানমন্ত্রী হলেও ছাড়ব না’, হুঁশিয়ারি বিসিবি’র
এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বাংলাদেশ বোর্ড।
Patanjali: ৬৭ শতাংশ বাড়ল মুনাফা, লাভের মুখ দেখতেই বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণা পতঞ্জলির
Patanjali News: এই ডিভিডেন্ড প্রদানের জন্য় ১৩ই নভেম্বরকে কাট-অফ ডেট হিসাবে নির্ধারণ করেছে পতঞ্জলি। অর্থাৎ এই তারিখের মধ্য়ে যে সকল বিনিয়োগকারীরা পতঞ্জলির শেয়ার কিনবেন বা হোল্ড করবেন, তাঁরাই পেয়ে যাবেন এই অন্তর্বর্তী ডিভিডেন্ড। কিন্তু কবে মিলবে সেই ডিভিডেন্ড?
SIR |এসআইআর শুরু হতেই বাড়িতে তালা
সাগর বাগচী, মাটিগাড়া: কীভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে মাটিগাড়ায় (Matigara) বসতি গড়ে, শ্রমিক, পরিচারিকা হিসেবে এলাকায় কাজ আদায় করছেন সে বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ প্রিয়াংকা বিশ্বাস কয়েক মাস আগে নিজস্ব অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেছিলেন। বাংলাদেশের এক নাগরিক কীভাবে মাটিগাড়াতে এসে বিভিন্ন পরিচয়পত্র বানিয়ে প্রিয়াংকার বাড়িতে পরিচারিকার কাজ শুরু করেন তা তিনি সবাইকে জানান। […] The post SIR | এসআইআর শুরু হতেই বাড়িতে তালা appeared first on Uttarbanga Sambad .
Malda: কাটমানি না দেওয়ায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুরের অভিযোগ
Malda Cutmoney: ইতিমধ্যেই বিজেপির বুথ সভাপতি মালদা থানায় কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পরের দিন থেকেই বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।
Suvendu vs Mamata: নন্দীগ্রাম আন্দোলনের বর্ষপূর্তিতে ফের তীব্র রাজনৈতিক বার্তা। নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদ শ্রদ্ধাঞ্জলি ও শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সোমবার গোকুলনগর ও করপল্লী এলাকায় আয়োজিত বিশেষ সভা থেকে শুভেন্দু বলেন,“আসল পরিবর্তন ২০১১ সালে হয়নি। আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী এবং উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসাপরায়ণ একজনকে মুখ্যমন্ত্রী বানানোই ছিল আমাদের বড় ভুল। আমরা স্বীকার করি, সেটা আমাদের অপরাধ ছিল। তবে এবার জনগণকে সঙ্গে নিয়ে আমরা সত্যিকারের পরিবর্তন আনব। বোতল বদলেছে, কিন্তু মদ বদলায়নি।” আরও পড়ুন- West Bengal News Live Updates: উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে শুভেন্দু আরও বলেন,“নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনও মামলা হয়নি। কিন্তু আমার নামে ৪২টি মামলা দায়ের হয়েছিল। লক্ষ্মণ শেঠের নামে ছিল ৭৩টি মামলা। তখন বুদ্ধদেববাবু বলেছিলেন, মোবাইল ট্র্যাক করো — যারা ঘটনাস্থলে ছিল না, তাদের নাম বাদ যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন ১১৭ জন নেতাকে ৯টি খুনের মামলায় ফাঁসিয়েছিলেন।” আরও পড়ুন- Bengal SIR: ২০০২ ভোটার তালিকায় নাম নেই আপনার? কোন কোন নথি হাতের সামনে রাখবেন? তিনি আরও অভিযোগ করেন,“নন্দীগ্রামের ঘটনায় যেসব শহিদের পরিবার আমার সঙ্গে গিয়েছিল, সেই চারটি পরিবারকে আপনি ক্ষতিপূরণের টাকা দেননি। আপনি সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি, মৌলবাদীদের নেত্রী হয়ে উঠেছেন। আমি নিজে সেই চারটি পরিবারকে ১৬ লক্ষ টাকা দিয়েছি — তারা টাকার দাবি করেনি, কিন্তু আমি বুঝেছিলাম যে BJP-তে আসার কারণেই তারা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছে।” আরও পড়ুন- অপহৃত পাঁচ ভারতীয় নাগরিক, তোলপাড়! বিরাট অ্যাকশনে মোদী সরকার নন্দীগ্রামের স্মরণসভা ঘিরে সোমবার এলাকায় রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে। বিজেপি ও তৃণমূল সমর্থকদের পাল্টা পোস্টার-যুদ্ধও চোখে পড়ে। শুভেন্দুর বক্তৃতা থেকে স্পষ্ট, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
Nawsad Siddique: ‘চলে যান এখান থেকে’, নওশাদকে বললেন সাধারণ লোকজন
Canning: জানা যাচ্ছে, সভা শেষ করে নওশাদ ফেরার পথে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিধায়ককে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এরপর বিধায়ক গাড়ি থেকে নামেন। তারপর তিনি স্পষ্ট করতে চান কেন এখানে এসেছিলেন। কিন্তু সাধারণ মানুষ তাঁকে বিতাড়িত করেন।
Gold Rate Today 10 November: বিয়ের মরসুমে সারা দেশে সোনা ও রূপার দাম অনেকটাই কমেছে। গত সপ্তাহে সোনার দাম ১০০০ টাকা পর্যন্ত কমেছে। ফলে স্বাভাবিক ভাবেই ক্রেতাদের জন্য স্বস্তি বয়ে এনেছে। ১০ নভেম্বর রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,২২,১৭০ টাকায় পৌঁছেছে। এদিকে, ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ১,১২,০০০ টাকায় বিক্রি হচ্ছে।দেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক কেন্দ্র মুম্বই, চেন্নাই এবং কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,১১,৮৫০ টাকায়। এদিকে, ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,২২,০২০ টাকায় লেনদেন হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক দেশের মেট্রো শহরগুলিতে আজকের সোনার দাম দেশের ১০টি প্রধান শহরের আজকের সোনার দাম (১০ নভেম্বর, ২০২৫) দিল্লি: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,১৭০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১২,০০০ টাকা মুম্বই: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,০১০ | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৮৪০ আহমেদাবাদ: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,০৬০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৮৯০ টাকা চেন্নাই: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,০১০ | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৮৪০ কলকাতা: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,০১০ | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৮৪০ হায়দ্রাবাদ: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,০১০ | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৮৪০ জয়পুর: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,১৬০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৯৯০ টাকা ভোপাল: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,০৬০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৮৯০ টাকা লখনউ: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,১৬০ | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৯৯০ চণ্ডীগড়: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,১৬০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৯৯০ টাকা সোনার মতো, রূপার দামও নিন্মমুখী। ১০ নভেম্বর, রূপার দাম প্রতি কিলোগ্রামে ১,৫২,৪০০ টাকা রেকর্ড করা হয়েছে। এদিকে, আন্তর্জাতিক বাজারে রূপার স্পট মূল্য প্রতি আউন্স ৪৮.৪৮ ডলার। ভারতে সোনা ও রূপার দাম নির্ধারণে বেশ কিছু দেশীয় ও আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত, দেশের শীর্ষস্থানীয় জুয়েলার্স সমিতি, যেমন ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA), আন্তর্জাতিক বাজারের দাম, ডলারের বিপরীতে টাকার অবস্থান এবং আমদানি শুল্ক বিবেচনা করে প্রতিদিন দাম নির্ধারণ করে। ডলার শক্তিশালী হলে, টাকার দাম হ্রাস পেলে সোনার আমদানি আরও ব্যয়বহুল হয়ে ওঠে এবং দেশীয় বাজারে সোনা আরও ব্যয়বহুল দেখা দেয়। এদিকে, যখন ডলার দুর্বল হয়, তখন সোনার দাম কমে যায়। তদুপরি, উৎসবের মরসুম, বিবাহ এবং বিশ্বব্যাপী সংকটের (যেমন যুদ্ধ বা মন্দা) সময় সোনার চাহিদা বৃদ্ধি পায়, যার ফলে দাম বৃদ্ধি পায়। এর অর্থ হল সোনা ও রূপার দাম কেবল ভারতীয় বাজারের উপর নির্ভরশীল নয়, বরং বিশ্বব্যাপী অর্থনৈতিক কার্যকলাপের উপর নির্ভরশীল। আরও পড়ুন- ২০০২ ভোটার তালিকায় নাম নেই? কীভাবে মিলবে সমাধান? কী কী নথি লাগবে? জানুন বিস্তারিত 'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়? ৭০০০ পুলিশ মোতায়েন, ভয় পেলেন ইউনূস? মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি! বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইস জেটের বিমান! জরুরি অবতরণ কলকাতায়
Suvendu Adhikari: বদল হবে, বদলাও হবে: শুভেন্দু
Suvendu Adhikari: বিরোধী দলনেতা বলেন, বদল আনতে হবে। হিসাব আমরা নেব। বদল হবেই। বদলাও হবে কিন্তু আমি বলে দিতে পারি। এরা লাভ জিহাদ, রেশন জিহাদ, ধর্ম জিহাদ করে তৃণমূল এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ ২ করতে চায়। এই রাজ্যকে আমরা বাংলাদেশ বানাতে দেব না। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর শিল্প বন্ধ হয়ে গেছে।
Shubman Gill News in Bengali: বিশ্বকাপের আগে বড় চিন্তা, টি-২০ দলের 'বোঝা' হয়ে যাচ্ছেন শুভমান?
Shubman Gill: প্রায় ১ বছর পর ভারতীয় টি-২০ ক্রিকেট দলে (Indian Cricket Team) কামব্যাক করেছেন শুভমান গিল। তারপর থেকে আজ পর্যন্ত নিজেকে এই স্কোয়াডের যোগ্য দাবিদার হিসেবে প্রমাণ করতে পারেননি। যেহেতু তিনি ওপেন করতে নামছেন, সেকারণে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না সঞ্জু স্যামসন (Sanju Samson)। ইতিমধ্যে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এই পরিস্থিতিতে শুভমান গিলের ব্যাটিং ফর্ম নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেস বোলার জ়াহির খান। তাঁর কথায়, শুভমান নাকি স্বাধীনভাবে হাত খুলে খেলতে পারছেন না। যদি গিল চাপমুক্ত হয়ে ব্যাটিংই না করতে পারেন, তাহলে আগামীদিনে আরও সমস্যা বাড়বে। IND vs AUS 4th T20I, Shubman Gill Batting: খাদের মুখে 'মহার্ঘ্য' ৪৬ রান! আপাতত ফাঁড়া কাটল শুভমানের? শুভমান গিল সম্পর্কে কী বললেন জ়াহির খান? এশিয়া কাপ থেকেই শুভমান গিলের ব্যাটে তেমন গর্জন শুনতে পাওয়া যায়নি। ২০২৫ এশিয়া কাপে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমে শুভমান গিল সাতটি ম্য়াচে ২১.১৬ ব্যাটিং গড়ে মাত্র ১২৭ রান করেছিলেন। এরপর অস্ট্রেলিয়া সফরেও তিনি ব্যাট হাতে তেমন নজর কাড়তে পারেননি। ক্রিকবাজ়কে দেওয়া একটি ইন্টারভিউয়ে জ়াহির খান বললেন, Shubman Gill News: শুভমান গিলকে নিয়ে 'ফাঁস' বিস্ফোরক খবর, কল্পনাই করেননি টিম ইন্ডিয়ার সমর্থকরা! 'যদি আপনি স্বাধীনভাবে খেলতে পারেন, একমাত্র তাহলেই সবকিছু ঠিকঠাক হয়। শুভমানের উচিত একেবারে স্বাধীনভাবে খেলা। আমার মনে হয়, ও একটু বেশিই চিন্তাভাবনা করছে। কীভাবে একটা ইনিংস গড়তে হবে, কীভাবে ইনিংসে গতি আনতে হবে, এই সবকিছু আর কী! এই সকল চিন্তার কারণেই ও সহজাত ব্যাটিং করতে পারছে না। আমার মতে, বর্তমানে শুভমানের উচিত নিজের স্বাভাবিক ক্রিকেটটা খেলে যাওয়া। সেক্ষেত্রে বিষয়গুলো হয়ত একটু কম জটিল হতে পারে। শুধু শুধু একটা বিষয়কে জটিল করে তো কোনও লাভ নেই। শুভমানের টাইমিং এবং টাচ অসাধারণ। সেকারণে আমার মনে হয়, শীঘ্রই ও বড়সড় একটা ধামাকা করতে পারে।' Shubman Gill Criticized: প্রথম ম্য়াচ হারের 'শাস্তি'! চূড়ান্ত অপমানে বিদ্ধ শুভমান আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শুভমান গিলের পারফরম্যান্স ২০২৪ সালের পর ফের ২০২৫ সালে ভারতীয় টি-২০ স্কোয়াডে কামব্যাক করেছেন শুভমান গিল। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে তিনি টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন। পাশাপাশি টি-২০ দলের সহ অধিনায়কও তিনি। কিন্তু, ২০ ওভারের ফরম্য়াটে শুভমান সেভাবে রানই করতে পারছেন না। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে আবার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) আয়োজন করা হবে। শুভমানকে যদি বিশ্বকাপ স্কোয়াডে আসন পাকা করতে হয়, তাহলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে রান করতেই হবে। টিম ইন্ডিয়ার হয়ে শুভমান ৩১ ম্য়াচে মোট ৭৬২ রান করেছেন।
ATM Fraud: পিন বা কার্ড নয়, ATM-এ টাকা তুলতে গিয়ে এই ভুল করলে সব খোয়াতে পারেন নিমেষে…
ATM Money Withdrawal: এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে কিপ্যাড ঢেকে রাখা বা টাকা তোলার পর বারবার ক্যানসেল বাটনে চাপ দেওয়ার মতো সতর্কতা অনেকেই অবলম্বন করেন। তবে একটা ভুলে আপনার পিন বা অন্য তথ্য ফাঁস হয়ে যেতে পারে। কী এই ভুল জানেন?
Tanushree-Abir: ‘ডিপফ্রিজ’-এ তনুশ্রী-আবিরের রসায়ন কেমন? জানালেন নায়িকা
Tanushree-Abir's Chemistry: ছবির জাতীয় পুরস্কার প্রাপ্তি নিয়ে রীতিমতো উচ্ছ্বাসের সঙ্গেই বললেন, “ছবিটা যে মুক্তি পেতে চলেছে, দর্শকের কাছে পৌঁছাবে, এর থেকে বড় জিনিস কিছু হতে পারে না। যখন আমরা শ্যুটিং করছিলাম তখনই আমি সকলকে বলেছিলাম প্রত্যেককে এই ছবির জন্য অপেক্ষা করতে হবে।”
‘ঘুমহীন রাতে চোখে জল’, আরব আমিরশাহীতে বন্দি ভাইকে নিয়ে দুশ্চিন্তায় সেলিনা
প্রায় ১৪ মাস আরব আমিরশাহীতে বন্দি সেলিনার ভাই।
Anubrata Mondal on SIR: ‘দেশ থেকে তাড়াবে, ওতই সহজ?’, নিবিড় পরিমার্জন নিয়ে সুর চড়ালেন কেষ্ট
SIR in Bengal: বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলও-রা। একদিকে যখন দ্রুত গতিতে এগোচ্ছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া। তখন তার সঙ্গেই চড়ছে রাজনৈতিক পারদও। সম্প্রতি, বাংলায় এখনও পর্যন্ত এসআইআর আতঙ্কে মৃতদের পরিসংখ্যান তুলে ধরেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দলে যখন এসআইআর নিয়ে থেকেছিল বেসুরো। তখন কেষ্ট বলেছিলেন, অন্য কথা।
চর্মরোগের পর চোখের সমস্যা, অন্তরালেই আলিপুরের সবুজ অ্যানাকোন্ডা
প্রায় চারমাস হতে চলল, আলিপুর চিড়িয়াখানায় এসেছে অ্যামাজনের প্রসিদ্ধ সাপ সবুজ অ্যানাকোন্ডা।
বোমা-বন্দুক নয়, এবার রাসায়নিক অস্ত্রে নাশকতার ছক! গুজরাটে তিন জঙ্গি গ্রেপ্তারে চাঞ্চল্য
ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইএসের সঙ্গে যোগ রয়েছে।
বিশ্বজয় করে ঘরে ফিরলেন, শিমলার গ্রামে উৎসব, রেণুকাকে ‘সারপ্রাইজ’দিলেন গ্রামবাসীরা
'সারপ্রাইজ' পেয়ে কী বললেন ভারতীয় পেসার?
চালসাঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে নির্বাচন কমিশনার ভাবছেন। বলেছিলেন, তিনি বাংলায় এসআইআর হতে দেবেন না। অথচ তিনিই প্রথম এসআইআরের ফর্ম পূরণ করেছেন। বাংলার মানুষ তৃণমূলের হাত থেকে নিস্তার চাইছেন। ছাব্বিশে বাংলায় সরকার গঠন করবে বিজেপি। সোমবার চালসায় এমনই মন্তব্য করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির বিপ্লব কুমার দেব। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একহাত […] The post Tripura Ex CM Biplab Kumar Deb | ‘তৃণমূলের হাত থেকে মুক্তি চাইছে রাজ্যবাসী, ছাব্বিশে বাংলায় সরকার গড়বে বিজেপি’, মন্তব্য বিপ্লব দেবের appeared first on Uttarbanga Sambad .
‘বিজেপিরও দর্প চূর্ণ হবে’, নন্দীগ্রাম দিবসে ‘লাল সন্ত্রাসে’র কথা মনে করিয়ে হুঁশিয়ারি অভিষেকের
এক্স হ্যান্ডলে অভিষেক লিখলেন, 'বাংলার মানুষ সিপিএমকে শিক্ষা দিয়েছিল।'
ভয়াবহ কম্পন, দুলে উঠল পৃথিবী, প্রবল আতঙ্কে হুলস্থূল
সোমবার ভোরে পরপর দুটি দেশে ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্র (NCS) জানিয়েছে, পাকিস্তানে রিখটার স্কেলে ৩.৬ এবং মায়ানমারে ৩.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভোর ২:৪২ মিনিটে পাকিস্তানে ও ১:৫৭ মিনিটে মায়ানমারে কম্পন অনুভূত হয়। দুই দেশেই ভূমিকম্পের গভীরতা ছিল যথাক্রমে ৯০ ও ১১০ কিলোমিটার। পাকিস্তানে গভীর রাতে মৃদু ভূকম্পন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্যানুযায়ী, পাকিস্তানে ৩.৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে ভোর ২:৪২ নাগাদ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির প্রায় ৯০ কিলোমিটার গভীরে। উল্লেখযোগ্যভাবে, এর আগে ১ নভেম্বরও পাকিস্তানে একই মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন, পাকিস্তান ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পের প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তান ইউরেশিয়ান প্লেটের প্রান্তে এবং সিন্ধু ও পাঞ্জাব ভারতীয় প্লেটের প্রান্তে অবস্থিত। ফলে এই অঞ্চলে নিয়মিতভাবে মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। একইদিন ভোর ১:৫৭ মিনিটে মায়ানমারে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জাতীয় নিরাপত্তা সংস্থা (NSS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১০ কিলোমিটার গভীরে। মায়ানমারও একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ এলাকা, কারণ দেশটি চারটি প্রধান টেকটোনিক প্লেট — ভারতীয়, ইউরেশিয়ান, সুন্দা ও বার্মা প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই কারণে দেশটিতে ভূমিকম্পের পাশাপাশি সুনামির আশঙ্কাও থেকেই যায়। ভারতেও অনুভূত ভূমিকম্পের ঝাঁকুনি রবিবার বিকেলে উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় ৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, দুপুর ২:৪০ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল বাগেশ্বর। সৌভাগ্যবশত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। এর পাশাপাশি, রবিবার দুপুরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৫.৪ মাত্রার প্রবল ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, দুপুর ১২:০৬ মিনিটে পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৬৯ কিলোমিটার দূরে এই কম্পনটি আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ৯০ কিলোমিটার। যদিও কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। বিশ্বজুড়ে একের পর এক ভূকম্পন আতঙ্ক ছড়াচ্ছে গত কয়েকদিন ধরে পাকিস্তান, মায়ানমার, ভারত এবং জাপানে একাধিক ভূমিকম্প রেকর্ড হয়েছে। রবিবারই উত্তর জাপানের উপকূলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার পর জাপান আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করে। ক্রমবর্ধমান এই ভূমিকম্পের ঘটনাগুলি বিজ্ঞানীদের নতুন করে ভাবাচ্ছে পৃথিবীর ভূতাত্ত্বিক ভারসাম্য নিয়ে। আরও পড়ুন- ২০০২ ভোটার তালিকায় নাম নেই? কীভাবে মিলবে সমাধান? কী কী নথি লাগবে? জানুন বিস্তারিত 'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়? ৭০০০ পুলিশ মোতায়েন, ভয় পেলেন ইউনূস? মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি! বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইস জেটের বিমান! জরুরি অবতরণ কলকাতায়
Nandigram: নন্দীগ্রামে মুখোমুখি তৃণমূল ও বিজেপি! নজরে দুই দলের ‘শহিদ দিবস’ পালন
Nandigram Shahid Diwas: ২০০৭ সালের ১০ নভেম্বর রণক্ষেত্র নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। তারপর থেকে তৃণমূল একাই নন্দীগ্রাম দিবস পালন করে আসছিল। যদিও তখনও দলে শুভেন্দু অধিকারী। সময়ের ফেরে ক্ষমতা বেড়েছে বিজেপিরও। বিজেপিতে এখন খোদ শুভেন্দু নিজেই রয়েছেন।
দেহ লোপাটে নীলবাতির গাড়ি, তদন্তে উত্তরের আরও ৪ জনের হদিস
দীপ্তিমান মুখোপাধ্যায় ও সৌরভ দেব, কলকাতা ও জলপাইগুড়ি: বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে পুলিশ এখনও পদক্ষেপ করেনি। তবে তাঁর বিরুদ্ধে সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় তদন্তের জাল ক্রমে গুটিয়ে আনছে পুলিশ। ওই ঘটনায় ইতিমধ্যে ধৃত দুজনকে জেরা করে পুলিশ নিশ্চিত যে, নীলবাতি লাগানো গাড়িতে চড়িয়ে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে তুলে আনা হয়েছিল। এলাকার সিসিটিভি ফুটেজ […] The post দেহ লোপাটে নীলবাতির গাড়ি, তদন্তে উত্তরের আরও ৪ জনের হদিস appeared first on Uttarbanga Sambad .
CM Mamata Banerjee: আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, কাদের সঙ্গে বৈঠক করবেন?
CM of West Bengal: দুপুর ৩টে থেকে হতে পারে পর্যালোচনা বৈঠক। উত্তরকন্যা থেকে উত্তরের ৬ জেলায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পাট্টা বিলির কর্মসূচিও রয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার তাঁর ডুয়ার্স যাওয়ার কথা।
ধান্দার কমান্ড সেন্টার পুণ্ডিবাড়ি
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: কোচবিহার শহরে ঐতিহ্যের নিয়ন আলো ছাড়িয়ে পুণ্ডিবাড়ির অন্ধকার চোরাগলির আড়ালে রয়েছে বিলাসবহুল এক রিসর্ট। সেই রিসর্টই আসলে সোনার কালো কারবারের কমান্ড সেন্টার; সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা হত্যাকাণ্ডের কুশীলবদের কুকর্মের প্রধান ঘাঁটি। রাতের অন্ধকারে মাঝেমধ্যেই নীলবাতির গাড়ি যখন রিসর্টের গেটে থামত, তখন থেকেই স্থানীয়দের মনে কু ডেকেছিল। বেআইনি কারবার যে কমবেশি হচ্ছে […] The post ধান্দার কমান্ড সেন্টার পুণ্ডিবাড়ি appeared first on Uttarbanga Sambad .
অপহৃত পাঁচ ভারতীয় নাগরিক, তোলপাড়! বিরাট অ্যাকশনে মোদী সরকার
মালিতে পাঁচ ভারতীয় নাগরিক অপহৃত, নিরাপদ মুক্তির প্রচেষ্টা শুরু করল ভারত সরকার। পশ্চিম আফ্রিকার অস্থিতিশীল দেশ মালিতে পাঁচজন ভারতীয় নাগরিকের অপহরণের ঘটনার পর নড়েচড়ে বসেছে ভারত সরকার। বিদেশ মন্ত্রক (MEA) এবং বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস যৌথভাবে তাঁদের নিরাপদ ও দ্রুত মুক্তির জন্য প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ নিচ্ছে। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মালিয়ান কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে ভারতীয় দূতাবাস লাগাতার যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ৬ নভেম্বর, ২০২৫ তারিখে, এমন একটি এলাকায় যেখানে গত কয়েক বছরে সশস্ত্র গোষ্ঠীগুলির হাতে একাধিক অপহরণ ও হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহৃত ভারতীয়রা একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন এবং তাঁদের কর্মস্থলের কাছাকাছি স্থান থেকেই অপহরণ করা হয়েছে। বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস ‘X’-এ এক পোস্টে জানিয়েছে, “৬ নভেম্বর আমাদের পাঁচজন নাগরিকের অপহরণের মর্মান্তিক ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। তাঁদের নিরাপদ এবং দ্রুত মুক্তি নিশ্চিত করতে মালিয়ান কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে দূতাবাস ঘনিষ্ঠভাবে কাজ করছে।”পোস্টটিতে MEAIndia এবং PMOIndia-কে ট্যাগ করা হয়েছে। দিল্লির কর্মকর্তারা জানিয়েছেন, মালির নিরাপত্তা সংস্থা এবং ভারতীয়দের কর্মরত সংস্থার সঙ্গে দূতাবাস অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে। পাশাপাশি, বিদেশ মন্ত্রকের সদর দপ্তরও স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি বুঝতে অন্যান্য বিদেশি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। মন্ত্রকের বক্তব্য, “ভারতীয় নাগরিকদের মুক্তির জন্য প্রয়োজনীয় সব প্রচেষ্টা চালানো হচ্ছে এবং প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।” মালি পশ্চিম আফ্রিকার সবচেয়ে অস্থির দেশগুলির মধ্যে অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে পরপর কয়েকটি সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। পাশাপাশি, আল-কায়েদা এবং ইসলামিক স্টেট-ঘনিষ্ঠ জিহাদি গোষ্ঠীগুলির ক্রমবর্ধমান কার্যকলাপ পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশেষত মধ্য ও উত্তর মালি অঞ্চলে সরকারের নিয়ন্ত্রণ দুর্বল, ফলে বিদেশি কর্মীদের অপহরণ এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। আরও পড়ুন- ২০০২ ভোটার তালিকায় নাম নেই? কীভাবে মিলবে সমাধান? কী কী নথি লাগবে? জানুন বিস্তারিত 'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়? ৭০০০ পুলিশ মোতায়েন, ভয় পেলেন ইউনূস? মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি! বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইস জেটের বিমান! জরুরি অবতরণ কলকাতায়
Kalna BLO Death: ‘কাজের চাপে মৃত্যু’, মৃত BLO-র পরিবারের সঙ্গে এখনও প্রশাসন যোগাযোগ করেনি বলে অভিযোগ
Kalna BLO Death: ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিবারের সঙ্গে প্রসাশনিকস্তরে কেউ যোগাযোগ করেনি বলে অভিযোগ মৃতার স্বামী মাধব হাঁসদার। পরিবার জানাচ্ছে, মেমারি চক বলরাম পুরের ২৭৮ নম্বর বুথের বিএলও-র দ্বায়িত্বে ছিলেন নমিতা হাঁসদা। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী এই নমিতা হাঁসদা।
Delhi |দিল্লিতে বড়সড়ো হামলার ছক! রাজধানীর অদূরে ৩০০ কেজি আরডিএক্স উদ্ধার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি (Delhi)-র অদূরে ফরিদাবাদ (Faridabad) থেকে ৩০০ কেজি আরডিএক্স উদ্ধার (RDX recivered) করল জম্মু ও কাশ্মীর পুলিশ (J&K Police)। কাশ্মীরে ধৃত এক চিকিৎসককে জেরা করে এই বিস্ফোরকের হদিস পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে একটি একে৪৭ রাইফেলও। প্রশ্ন উঠছে, তবে কি রাজধানীতে বড়সড়ো কোনও হামলার ছক কষা হচ্ছে? ফরিদাবাদ ন্যাশনার ক্যাপিটাল রিজন বা […] The post Delhi | দিল্লিতে বড়সড়ো হামলার ছক! রাজধানীর অদূরে ৩০০ কেজি আরডিএক্স উদ্ধার appeared first on Uttarbanga Sambad .
‘ভাগ্যিস গোয়ায় থাকি’, দিল্লির ‘অসহ্য’দূষণ নিয়ে উদ্বিগ্ন ‘ভারতীয়’জন্টি রোডস
দিল্লির দূষণ নিয়ে প্রোটিয়া তারকার সঙ্গে সহমত পোষণ করেছেন নেটিজেনরা।
Bengal SIR: ২০০২ ভোটার তালিকায় নাম নেই আপনার? কোন কোন নথি হাতের সামনে রাখবেন?
West Bengal SIR 2025 : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর ২০২৫, আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬। ভারতের নির্বাচন কমিশন (ECI) ইতিমধ্যেই বিহারে এই প্রক্রিয়া শেষ করে দ্বিতীয় দফায় ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR শুরু করেছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে — আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এর মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং পশ্চিমবঙ্গে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বাড়ি-বাড়ি গিয়ে ভোটার যাচাইকরণের কাজ চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে এবং ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জমা দেওয়া যাবে। শুনানি ও যাচাই চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত, এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬। কমিশন স্পষ্ট করেছে যে, এই প্রক্রিয়ার উদ্দেশ্য নাগরিকত্ব নির্ধারণ নয়, বরং ভোটার যোগ্যতা যাচাই করা। কীভাবে পুরনো ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন? ১.আপনি ২০০২ সালের ভোটার তালিকায় আপনার বা পরিবারের সদস্যদের নাম রয়েছে কি না তা দেখতে পারেন পশ্চিমবঙ্গের CEO ওয়েবসাইটে। যান https://ceowestbengal.wb.gov.in/ ২️. “Electoral Roll of SIR 2002” অপশনটি নির্বাচন করুন। ৩️. জেলার তালিকা থেকে আপনার জেলা বেছে নিন। ৪️. সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র নির্বাচন করুন। ৫️. আপনার বুথ বা পোলিং স্টেশন নির্বাচন করে “Final Roll” ক্লিক করুন। ৬️. ক্যাপচা কোড লিখে পিডিএফ ফাইল খুলুন। এই ফাইলের দ্বিতীয় পাতায় “নির্বাচন তালিকা (২০০২)” নামে ভোটারদের নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স, আত্মীয়ের নাম এবং ফটো আইডি নম্বর দেখা যাবে। যদি আপনার নাম তালিকায় না থাকে? যদি পুরনো তালিকায় আপনার বা পরিবারের কারও নাম না থাকে, চিন্তার কিছু নেই। ডিসেম্বর মাসে প্রকাশিত খসড়া তালিকা প্রকাশের পরে আপনি দাবি বা আপত্তি জানাতে পারবেন। যাদের নাম খসড়া তালিকায় থাকবে না, তাদের কাছে নির্বাচন কমিশন নোটিশ পাঠাবে। এরপর যোগ্যতার প্রমাণপত্র জমা দিয়ে নাম অন্তর্ভুক্ত করার অপশন রয়েছে আপনার কাছে। কোন কোন নথি প্রয়োজন হবে? আপনার পরিচয়, বয়স এবং বাসস্থানের প্রমাণ হিসেবে নিচের যে কোনও নথি জমা দিতে পারেন — আধার কার্ড বা পাসপোর্ট জন্ম শংসাপত্র বা শিক্ষাগত শংসাপত্র কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারীদের আইডি বা পেনশন পেমেন্ট অর্ডার সরকারি ব্যাংক, পিএসইউ বা স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, বন অধিকার সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) এনআরসি নথি বা সরকার কর্তৃক ইস্যু করা জমি/বাড়ির বরাদ্দপত্র এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চিত করতে চায় যে, ভোটার তালিকা থাকবে সম্পূর্ণ, সঠিক ও অবাধ। যাতে আগামী নির্বাচনে কোনও বৈধ ভোটার বঞ্চিত না হন। আরও পড়ুন - 'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়? ৭০০০ পুলিশ মোতায়েন, ভয় পেলেন ইউনূস? মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি! বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইস জেটের বিমান! জরুরি অবতরণ কলকাতায়
এবার Gig বা ফ্রিল্যান্সিংয়েও মিলবে পেনশন, নতুন স্কিম নিয়ে এল NPS!
National Payment Interface: দেশের পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা PFRDA গিগ কর্মী বা ফ্রিল্যান্সারদের জন্য নিয়ে এসেছে নতুন এক পেনশন স্কিম। চালু হয়েছে NPS বা ন্যাশনাল পেনশন সিস্টেমের ই-শ্রমিক প্ল্যাটফর্ম।
Partha Chatterjee May Get Bail: পার্থর জেলমুক্তি ঘটলে রাজ্য রাজনীতির সমীকরণেও অনেকটা প্রভাব পড়তে পারে বলে মত একাংশের। তবে কেউ কেউ বলছেন, তৃণমূলের অন্দরে এখন পার্থ-বিরোধী হাওয়া। দল খুঁজে নিয়েছে 'বিকল্প'। অবশ্য, এই সবই কার্যত জল্পনা। কয়েক মাস আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সিবিআইয়ের মামলায় বিচার পর্ব শুরু হলে পার্থ, এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের শর্তসাপেক্ষ জামিন দিতে হবে।
Govinda Wife Sunita Ahuja: আমাজন প্রাইম ভিডিওর টক শো টু মাচ-এ কাজল ও টুইঙ্কল খান্নার সঙ্গে অতিথি হিসেবে এসেছিলেন অভিনেতা গোবিন্দ। সেখানে তিনি বলেন, স্ত্রীর মন্তব্যে বারবার কষ্ট পেলেও তিনি সবসময় সুনীতা আহুজাকে ছোট বাচ্চার মতো ক্ষমা করে দেন। কিন্তু এবার বোধহয় গোবিন্দাকে আবারও বেশি দয়ালু হতে হবে কারণ কারণ সুনীতা নতুন সাক্ষাৎকারে আরও বেশি খোলামেলা স্বীকারোক্তি করেছেন। গোবিন্দা ঘরনি সুনীতা বলেন, 'আমি গোবিন্দার জন্য অনেক কিছু করেছি। বিয়ের পর এক বছর আমি চুপচাপ ছিলাম। সেটা অবশ্য আমাদের মেয়ে টিনার জন্মানোর আগ পর্যন্ত। তারপর আমাদের বিয়ের কথা প্রকাশ্যে আসে। তখন আমি এক বছর ঘরের বাইরে পা রাখিনি। সেই সময়ে একটা ট্রেন্ড ছিল নায়কের বিয়ের খবর প্রকাশ্যে আসলে ফ্যান ফলোয়িং নাকি কমে যায়। তাই আমি তাড়াতাড়ি গর্ভবতী হই যাতে আজ না হোক কাল আমাকে বাইরে তো যেতে দেবে।' তবে এই সিদ্ধান্তে সুনীতার কোনও অনুশোচনা নেই। তিনি বলেন, 'ও যখনই আমার প্রয়োজন অনুভব করেছে আমি ওঁর পাশে থেকেছি।' পিংকভিলা-কে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা বলেন, গোবিন্দার তারকা খ্যাতির কৃতিত্ব মা নির্মলা দেবীর প্রাপ্য। সেই প্রসঙ্গে সুনীতার সংযোজন, 'আমি কৃতিত্ব দেবো প্রথমে গোবিন্দার মাকে, আমাকে নয়।' আরও পড়ুন 'হঠাৎ আমাকে জাপটে ধরে মুখে মুখ দিয়ে...', পরিচালকের অফিসে ভয়ংকর ঘটনার মুখোমুখি মৌনী গোবিন্দা যে প্রান্তিক এলাকা থেকে উঠে সাফল্য অর্জন করেছেন সেটি মূলত তাঁর মায়ের জন্যই। ১৯৯৬ সালে মায়ের মৃত্যু হওয়ার পর সুনীতা আরও বেশি করে তাঁর পাশে থেকেছেন। ভালো-মন্দ সব সময়েই জীবনসঙ্গীকে সাপোর্ট করেছেন। সুনীতার যুক্তি, 'কখনও কখনও কাউকে তো থাকতে হবে যে ওঁর ভুলগুলো ধরিয়ে দেবে। একটা সময় পর স্ত্রী শুধু স্ত্রী থাকে না সে স্বামীর জন্য মায়ের ভূমিকাও পালন করে।' তিনি আরও জানান, 'আমাদের বিয়ের সময় আমি মাত্র ১৮ বছরের, আর গোবিন্দা আমার থেকে সাত বছরের বড়। আমরা তখন কিছুই বুঝতাম না। আমি নিজেই তখন অনেক ছোট। কী ভাবে আমার মেয়েকে মানুষ করেছি আজ ভাবলে অবাক লাগে। আমি সবসময় গোবিন্দাকে শুধু স্বামী নয় বন্ধুর মতো দেখেছি। আমি ওঁর ওপর চিৎকার করেছি, গালিও দিয়েছি। বিয়েতে বন্ধুত্বটা ভীষণ জরুরি কিন্তু সেটা সত্যের ওপর ভিত্তি করে হতে হবে। সম্পর্ক তখনই টিকে থাকে।' আরও পড়ুন শট বাকি থাকলেও ৭ ঘণ্টায় প্যাক-আপ, দীপিকার ৮ ঘণ্টা দাবির আগে এই নীতি অনুসরণ তপন সিনহার তবু তিনি স্বামী যখন তাঁর থেকে কিছু আড়াল করেন তখন তাঁকে দোষ দেন না। সুনীতার মতে, 'ও হয়তো ভেবেছে আমি ডায়াবেটিক, আমাকে চিন্তায় না ফেলাই ভাল। ও ভাবে আমি শিশুর মতো তাই সবসময় হাসিখুশি থাকব।' তবে টু মাচ-এ গোবিন্দার মন্তব্যের জবাবে সুনীতার কড়া প্রতিক্রিয়া 'ওকে আমি জিজ্ঞেস করব আমি কী করেছি যে ও আমাকে ক্ষমা করেছে? বরং ও-ই তো অনেক ভুল করেছে যার জন্য আমি ওকে ক্ষমা করেছি। যৌবনে ভুল হতেই পারে। আমারও হয়েছে, গোবিন্দারও হয়েছে। কিন্তু বয়স বাড়লে, সন্তান হলে, নিজের দায়িত্ব বুঝে চলা উচিত।' তিনি ইঙ্গিত দেন, গোবিন্দার অতীতের কিছু সম্পর্ক নিয়েও তাঁর আপত্তি ছিল। তাঁর কথায়, 'এত সুন্দর পরিবার, সন্তান, স্ত্রী থাকা সত্ত্বেও কেন ভুল হবে? নায়করা তো আমাদের চেয়ে নায়িকাদের সঙ্গেই বেশি সময় কাটায়। শুটিংয়ে ৪০ দিন বাইরে থাকে আর আমি বাড়িতে একা। নায়কের স্ত্রী হতে গেলে হৃদয়টা পাথরের মতো শক্ত হতে হয়। ৩৮ বছরের বিবাহজীবনে আমি এটা শিখেছি। যৌবনে ভালবাসার নেশায় কিছুই বুঝিনি।' তিনি আরও বলেন, 'আমি এমন মানুষ ভালবাসার জন্য প্রাণ দিতে পারি কিন্তু যদি ভালবাসা না থাকে প্রাণ নিতেও পারি।' 'দ্য কপিল শর্মা' শো-তেও সুনীতা বলেছিলেন গোবিন্দা এত ভাল ছেলে যে আমি চাই পরের জন্মে ও আমার ছেলে হোক স্বামী নয়!' সম্প্রতি টু মাচ-এর আরেকটি এপিসোডে টুইঙ্কেল, কাজল এবং করণ জোহরের 'ইমোশনাল চিটিং বনাম ফিজিক্যাল চিটিং' বিতর্ক নিয়েও তিনি মতপ্রকাশ করেন। সুনীতা বলেন, 'ভালবাসার পর কারও সঙ্গে প্রতারণা করা ঠিক নয়। আমি খুব আবেগপ্রবণ মানুষ, কেউ যদি আমাকে প্রতারণা করে সেটা আমার স্বামী হোক বা সন্তান ভীষণ ভেঙে পড়ি।' আরও পড়ুন 'ওঁর জন্য গুলি খেতেও রাজি', বাগদান চর্চার মাঝে বিজয়ের সঙ্গে বিয়ের গুঞ্জনে সিলমোহর রশ্মিকার? ফিজিক্যাল চিটিং প্রসঙ্গে বলেন, 'আমাদের বাবা-মা আমাদের খুব ভালভাবে মানুষ করেছেন। এখন তো ঘোর কলিযুগ। আমি প্রেম করে বিয়ে করেছি। মা তখন বলেছিলেন, 'যেদিন বিয়ে করবি মৃত্যুর দিন পর্যন্ত ওই ঘরেই থাকবি। তাই আজও এত লড়াই, ঝগড়া সত্ত্বেও আমি কখনও ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে যাইনি।'
India-South Africa Series |ঘূর্ণি পিচের আবদার নিয়ে কলকাতায় গিলরা, দুপুরে পৌঁছালেন রাবাদারা
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ মিশন অস্ট্রেলিয়া সফল। টি২০ সিরিজ জয়ের পর আজ রাতেই কলকাতায় পৌঁছে গেলেন শুভমান গিল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহরা। হালকা শীতের আমেজে মোড়া কলকাতায় রাত সাড়ে দশটার সামান্য পরে শুভমানরা যখন পৌঁছালেন কলকাতায়, তখন তাঁদের নিয়ে রীতিমতো হুড়োহুড়ি দেখা গেল। কোচ গৌতম গম্ভীরও আজ রাতেই দলের সঙ্গে চলে এলেন কলকাতায়। সেই […] The post India-South Africa Series | ঘূর্ণি পিচের আবদার নিয়ে কলকাতায় গিলরা, দুপুরে পৌঁছালেন রাবাদারা appeared first on Uttarbanga Sambad .
ভাষণ ‘সম্পাদনা’করে ট্রাম্পের ইমেজ নষ্টের চেষ্টা! দায় নিয়ে পদত্যাগ BBC-র ২ শীর্ষকর্তার
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বের সবচেয়ে খ্যাতনামা সংবাদ সংস্থার মান নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।
SIR: এক ভোটের জন্য কত ঝক্কি! এসআইআর ঘিরে দেশজুড়ে উদ্বেগে বাঙালি পরিযায়ী শ্রমিকরা
Special Intensive Revision-SIR: রাজ্যে শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। এর সঙ্গে সঙ্গেই দেশজুড়ে ছড়িয়ে থাকা পশ্চিমবঙ্গের হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা ও আতঙ্ক। বাড়ি ফিরতে না পারলে ভোটার তালিকায় নাম বাদ পড়তে পারে—এই আশঙ্কায় অনেকেই কাজ ছেড়ে গ্রামে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কেরালার এরনাকুলাম জেলার আঙ্গামালিতে কাজ করেন ২৮ বছরের জয়রুল মণ্ডল। তিনি বলেন, “বাড়ি থেকে বারবার ফোন আসছে—ফর্ম এসেছে, তাড়াতাড়ি ফিরে যেতে হবে। কিন্তু যাওয়ার ভাড়া জোগাড় করতে পারছি না।” তার মতো আরও অনেকেই একই সমস্যায় পড়েছেন। যদিও অনলাইনে ফর্ম জমা দেওয়ার সুযোগ আছে, কিন্তু বেশিরভাগ শ্রমিকই জানেন না কীভাবে তা করবেন। কারও আবার প্রয়োজনীয় কাগজপত্রই রয়েছে বাড়িতে। আরও পড়ুন- West Bengal News Live Updates: উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি গত ২৭ অক্টোবর নির্বাচন কমিশন ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR সূচি ঘোষণা করে। পশ্চিমবঙ্গে ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া, যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, আর আপত্তি ও দাবি জানানো যাবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬। আরও পড়ুন- weekend trip: চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি! তবে এই সময়সীমার মধ্যে ফর্ম জমা দিতে পারবে কি না, তা নিয়েই চিন্তিত কেরালার কোচিতে কর্মরত ২২ বছর বয়সি হাবিবুল্লাহ বিশ্বাস। তিনি বলেন, “দুর্গাপূজার ছুটিতে বাড়ি গিয়েছিলাম। এখন আবার যাওয়া সম্ভব নয়। বৃষ্টি বন্ধ হয়েছে, কাজ এখনই নিয়মিত হচ্ছে। একবারে গেলে বেতন কেটে নেবে।” বেঙ্গালুরুর রেলস্টেশনে মেয়েকে নিয়ে কলকাতাগামী ট্রেনের অপেক্ষায় ৫৮ বছরের কাঠমিস্ত্রি শেখ শাহজাদা। তিনি বলেন, “SIR-এর জন্যই বাড়ি ফিরছি। দলের লোকজন সাহায্য করবে নাম তোলার ব্যাপারে।” আরও পড়ুন- West Bengal Weather Update: শহর-গ্রাম একসুরে বলছে, 'এলো শীত'! নামছে পারদ, দিন কয়েকেই জাঁকিয়ে ঠান্ডা? মুম্বইয়ের মালাডে বসবাসকারী ৩৫ বছরের মশিবুর মালিক বলেন, “আমি গেলে বেতন কেটে নেবে। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে মুম্বইতে থাকি। বড় মেয়ে বিশেষভাবে সক্ষম, তাই এখনই যাত্রা করা কঠিন।” একই অবস্থা মালাডের মালভানির তারিফা পরিবারের। তারিফা বলেন, “স্বামী একাই উপার্জন করেন। হঠাৎ বাড়ি যেতে হলে কীভাবে যাব? টাকার টানাটানি তো আছেই।” আরও পড়ুন- Bengal SIR: বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল গুজরাটে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে শ্রমিক সংগঠনগুলো। রাজকোটের এক স্বর্ণকার ও ‘রাজকোট বেঙ্গল ইয়ং স্টার গ্রুপ’-এর সভাপতি আলোকনাথ শ’ বলেন, “আমরা ব্লো (BLO)-দের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনীয় নথি ও ছবি আত্মীয়রা দিলেই নাম তোলা সম্ভব, বাড়ি ফেরার দরকার নেই।” আহমেদাবাদেও একই রকম উদ্যোগ নিয়েছে ‘সমস্ত বঙ্গীয় সমাজ সমিতি’। সভাপতি আব্দুল রউফ ইয়াকুব শেখ বলেন, “যারা গুজরাটেই স্থায়ী হতে চান, তারা এখানেই নতুন ভোটার কার্ড বানাতে পারবেন।” আরও পড়ুন- Bengal SIR: SIR আবহে সীমান্তে রুদ্ধশ্বাস অভিযান, বিরাট গ্রেফতারি তবে অনেকে এখনও বিভ্রান্ত। মুম্বইয়ের আমবুজওয়াডির বাসিন্দা ৫৩ বছরের অমল বিশ্বাস বলেন, “২০০২ সাল থেকে মুম্বইতেই থাকি। সব নথিতেই মুম্বই ঠিকানা। তবু স্ত্রীকে নথি জমা দিতে বলা হয়েছে, কেন বুঝতে পারছি না।” স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া ঘিরে একদিকে আতঙ্ক, অন্যদিকে বিভ্রান্তি—দুই মিলিয়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার এবার বড় চ্যালেঞ্জের মুখে।
'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়? ৭০০০ পুলিশ মোতায়েন, ভয় পেলেন ইউনূস?
ঢাকা লকডাউন ঘিরে তপ্ত বাংলাদেশ, রায় ঘোষণার আগেই রাজধানীতে ৭০০০ পুলিশ মোতায়েন — শেখ হাসিনা নিয়ে ফের আলোচনার ঝড় বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী ১৩ নভেম্বর নির্ধারিত “ঢাকা লকডাউন” কর্মসূচির আগে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। প্রায় ৭০০০ পুলিশ কর্মীকে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে। রাজধানীর ১৪২টি শনিবার পুলিশ মহড়া চালিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনেও ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সূত্রের খবর, ইউনূসের বাড়িকে অস্থায়ী সেনানিবাসে রূপান্তরিত করা হয়েছে এবং রাজধানীজুড়ে সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলন বিদ্রোহে রূপ নিলে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসেন। সেই সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলেছে, কিন্তু স্থিতিশীলতা আসেনি। বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আগামী ১৩ নভেম্বর রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। কাকতালীয়ভাবে, একই দিনে শেখ হাসিনার বিলুপ্ত আওয়ামী লীগ “ঢাকা লকডাউন” কর্মসূচির ডাক দিয়েছে, যা নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে কঠোর নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ভারতে তিনি নিজেকে নিরাপদ মনে করেন। বাংলাদেশের একাধিক মামলায় রাষ্ট্রদ্রোহ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলেও, তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেছেন যে দেশ বর্তমানে “মৌলবাদীদের দখলে”। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকার ও সামরিক বাহিনীর চাপে বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন। অন্যদিকে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের ওপরও রাজনৈতিক ও সামরিক চাপ ক্রমশ বাড়ছে। শেখ হাসিনার নিষিদ্ধ আওয়ামী লীগ ফের রাজনীতিতে সক্রিয় হতে চাইছে, এবং “ঢাকা লকডাউন” কর্মসূচিকে সেই প্রচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্রের দাবি, ইউনূস এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। সামরিক বাহিনী এবং রাজনৈতিক মহলের চাপে পড়ে ইউনূস সম্প্রতি ঘোষণা করেছেন যে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৬ সালের প্রথমার্ধে, সম্ভবত এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। তবে এই সিদ্ধান্তে অসন্তুষ্ট বিএনপি , দল চলতি বছরের ডিসেম্বর নির্বাচন চেয়েছিল। তাদের অভিযোগ, ইউনূস দেশের মানুষের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছেন। সেনাবাহিনীও ইউনূসের ওপর দ্রুত নির্বাচন আয়োজনের জন্য চাপ বাড়াচ্ছে বলে সূত্রের খবর। সংবাদ সংস্থা পিটিআই এবং বাংলাদেশের বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সপ্তাহে সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় এই প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) আলাদা অভিযানে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই গ্রেপ্তারি অভিযান চলে। ডিবি-র ডেপুটি কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, অভিযুক্তরা ঢাকায় ১ লক্ষ গ্যাস বেলুনে আওয়ামী লীগের স্লোগান ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, যা ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশেপাশে সম্পন্ন করার কথা ছিল।ডিবি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ “স্থগিত” ঘোষণা করে। এরপর থেকেই দলের একাধিক শাখা ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে, যা এখনও চলছে। আরও পড়ুন- মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি! বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইস জেটের বিমান! জরুরি অবতরণ কলকাতায়
Bengali fish curry: শীতের সকালে লোটে আর কাচকির একঘেয়েমি কাটাতে, ঝাল পেঁয়াজ-রসুনে করুন বাজিমাত!
Bengali fish curry: শীতের দিনে ভাতের সঙ্গে একটু ঝাল শুঁটকি মানেই পরিপূর্ণ সুখ! লটে, কাচকি বা চিংড়ি শুঁটকির চেনা স্বাদের বাইরে কিছু নতুন খেতে চাইলে আজ রেঁধে ফেলুন সিদল শুঁটকি। এই সিদল রান্না শুধু স্বাদে নয়, গন্ধে ও ঘন ঝোলেও আলাদা মাত্রা এনে দেবে। কী লাগবে, কীভাবে রাঁধবেন? এজন্য লাগবে ৫টি সিদল মাছ, প্রায় ২৫০ গ্রাম পেঁয়াজ কুচি, কুচোনো বড় একটি গোটা রসুন, স্বাদমতো শুকনো লঙ্কা এবং কাঁচালঙ্কা, অল্প তেল, পরিমাণমতো নুন নিন। প্রশ্ন হচ্ছে কীভাবে রাঁধবেন এই পদ? ঠান্ডা জলে ভালো করে সিদল মাছ ধুয়ে নিন। কখনই গরম জলে ধোবেন না, কারণ অল্প তাপেই মাছ গলে যায়। আরও পড়ুন- রাষ্ট্রগুরু, ভারতীয় জাতীয়তাবাদের প্রথম আলোকবর্তিকা, জানুন তাঁর অজানা কথা ধোয়ার সময় মাথা ফেলে আঁশ ছাড়িয়ে নিন। শুকনো লঙ্কা আর কাঁচালঙ্কা একসঙ্গে বেটে রাখুন। যে ঝাল পছন্দ করেন, সেই অনুযায়ী রান্নায় নিন। কড়াইয়ে অল্প তেল গরম করে পেঁয়াজ ও রসুনকুচি দিয়ে দিন। হালকা বাদামি রং না আসা পর্যন্ত কষান। এতে রান্নার ঘ্রাণ ও ঘনত্ব দুই-ই বাড়বে। আরও পড়ুন- এই দুটি নির্দিষ্ট যোগব্যায়ামে বাড়ে আয়ু! কেন বলা হচ্ছে এমন কথা? পেঁয়াজ-রসুন তেল ছাড়তে শুরু করলে কড়াইয়ে সিদল শুঁটকি দিয়ে দিন। আঁচ একটু কমিয়ে দিন। কিছুক্ষণ পরই দেখবেন মাছ নিজে থেকেই নরম হয়ে তেলে মিশে যাচ্ছে। এরপর লঙ্কাবাটা দিন এবং ভালোভাবে মিশিয়ে আরও ৫–৬ মিনিট কষিয়ে নিন। শেষে অল্প নুন ছড়িয়ে দিন রান্নায়। আগে দিলে মাছ জল ছেড়ে নরম হয়ে যাবে। যতক্ষণ না তেল ওপরে ভাসতে শুরু করবে, ততক্ষণ রান্না কষাতে থাকুন। তারপর আঁচ বন্ধ করে দিন। আরও পড়ুন- খুব চুল পড়ছে? দূর করুন এই ৫ ভিটামিনের সমস্যা, চুল হবে ঘনকালো ও মসৃণ! অনেকেই সিদল শুঁটকির সঙ্গে বেগুন যোগ করেন, এতে পদটি আরও মোলায়েম হয়। সিদল নিজেই তেল ছাড়ে, তাই অতিরিক্ত তেলের প্রয়োজন নেই। স্বাদ বাড়াতে চাইলে রান্নায় সামান্য টমেটো কুচিও যোগ করা যেতে পারে। গরম ভাতের সঙ্গে লেবুর রস এবং কাঁচা পেঁয়াজ দিয়ে এই সিদল শুঁটকি খাওয়ার আনন্দই আলাদা। শীতের দুপুরে এমন খাবার যেন নস্টালজিয়া (nostalgia)! আরও পড়ুন- রাতে বিছানায় গা এলিয়ে দিলেই দ্রুত ঘুম আসুক, এমনটা চান? আজই কাজে লাগান এই ৮ কায়দা সিদল শুঁটকি মূলত উত্তর-পূর্ব ভারতের বিশেষত সিলেট ও বরাক উপত্যকার জনপ্রিয় খাবার। এর বিশেষত্ব হল, শুকনো মাছটি প্রাকৃতিক তেলে ভরপুর থাকে। তাই আলাদা করে কষানোর প্রয়োজন পড়ে না। ক্রমশ এটি বাংলার ঘরোয়া রান্নাতেও জায়গা করে নিয়েছে। চেখে দেখতে পারেন একবার।
অমিতাভের পা ছুঁয়ে প্রণামের খেসারত? ফের খলিস্তানিদের হুমকির মুখে দিলজিৎ
অকল্যান্ডে শো চলাকালীন তাঁকে লক্ষ্য করে হুমকি স্লোগান দেওয়া হয়।
HAL Tejas Mk 1A: আসছে ১১৩টি ইঞ্জিন, এবার ‘আত্মনির্ভরতা’র স্বপ্ন নিয়ে ডানা মেলবে নতুন তেজস!
Light Combat Aircraft Tejas Mk 1A: চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতীয় বিমান বাহিনীর জন্য ৬২ হাজার ৩৭০ কোটি টাকায় ৯৭টি তেজস বিমানের অর্ডার দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। আর এই বিমানগুলোতেই ব্যবহার করা হবে এই ১১৩টি ইঞ্জিন।
নয়াদিল্লি: ব্যাট তাঁর কাছে কার্যত তলোয়ার। ক্রিজে নেমে যা দিয়ে বোলারদের ‘রক্তাক্ত’ করতে পছন্দ করেন। দেশ হোক বা বিদেশ, প্রতিপক্ষ বিশ্বসেরা বোলার হলেও মেজাজই যেন আসল রাজা তাঁর কাছে। সেই অভিষেক শর্মার ব্যাটের প্রতি ভালোবাসার গল্প শোনালেন কোচ, মেন্টর যুবরাজ সিং। মরে গেলেও নাকি নিজের ব্যাট কখনও হাতছাড়া করেন না অভিষেক! কেউ চাইলে তো নয়ই। […] The post Abhishek Sharma | ‘মরে যাবে, তবু ব্যাট দেবে না অভিষেক’, ক্রিকেটের প্রতি ভালোবাসার গল্প শোনালেন মেন্টর যুবরাজ সিং appeared first on Uttarbanga Sambad .
হার্দিককে নকল করে ট্রফি জয়ের সেলিব্রেশন পাকিস্তানের, ‘যেন বিশ্বকাপ জিতেছে’, কটাক্ষ নেটদুনিয়ার
সদ্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ক্রান্তি গৌড়ও একই কায়দায় সেলিব্রেশন করেছিলেন।
Nandigram Shahid Diwas: ‘আমরা ভুল করেছি…’, নন্দীগ্রামে ‘শহিদ দিবসে’ গিয়ে এমন কেন বললেন শুভেন্দু?
Suvendu Adhikari on Nandigram Shahid Diwas: তবে দুই দল পাশাপাশি স্লোগান তুলতে গিয়ে যাতে কোনও বিবাদ না বাঁধে তাই কর্মসূচির জন্য প্রতিবার সময় বেঁধে দেয় প্রশাসন। সোমবার সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তার কর্মসূচি শেষ হলে, শুরু হবে তৃণমূলের কর্মসূচি। যাবেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
Raveena Tandon: প্রযোজকের অশালীন প্রস্তাব! 'রোজ রাতে রবিনা ঘর পাল্টাত', বিস্ফোরক দাবি রেণুকার
Raveena Tandon: 'হাম আপকে হ্যায় কৌন' এবং 'সার্কাস' ধারাবাহিকে অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত, অভিনেত্রী রেণুকা শাহানে, সম্প্রতি তার অভিনয়-জীবনের শুরুতে হওয়া এক তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে এক প্রযোজকের কাছ থেকে অশালীন প্রস্তাব পেয়েছিলেন, যা তাকে এবং তার পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছিল। এক সাক্ষাৎকারে রেণুকা বলেন, একজন প্রযোজক আমার বাড়িতে এসেছিলেন। হঠাৎ বলেন, যে তিনি বিবাহিত, তারপরেও চান আমি তাঁর সাথে একসাথে থাকি। তিনি বলেছিলেন, তিনি আমাকে প্রতি মাসে টাকা দেবেন এবং একটি শাড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করবেন। আমি এবং আমার মা হতবাক হয়ে যাই। রেণুকা সরাসরি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। তিনি আরও জানান, এই ইন্ডাস্ট্রিতে সবাই এতটা ভাগ্যবান নয়। অনেক সময় প্রস্তাব প্রত্যাখ্যান করলে প্রযোজকরা প্রতিশোধ নিতে পারেন, অন্যদেরকে বলে দেন, যেন তাকে কাজ না দেওয়া হয়- এটাই বিপদ। Salman Khan-Bigg Boss: সলমনের বিগ বসে ঝুলন-অঞ্জুম! বিশ্বকাপ জয়ের পরবর্তী ধাপ নিয়ে কতটা আশাবাদী তাঁরা? রেণুকা বলেন, অনেক ক্ষেত্রেই যারা হয়রানির শিকার হন, অভিযোগ করার পর তাদেরই আরও বিপদে পড়তে হয়- কখনও কাজ হারাতে হয়, কখনও পারিশ্রমিক বন্ধ হয়ে যায়। কিছু এমন গোষ্ঠীর মানুষ আছেন, যারা আরও কোণঠাসা করে দেয়। #MeToo আন্দোলন সম্পর্কেও রেণুকা দুঃখ প্রকাশ করেন। তার মতে, প্রথমে আন্দোলনটির প্রভাব প্রবল হলেও ৫-৬ বছর পর দেখা যাচ্ছে অভিযুক্তরাই আবার কাজ পাচ্ছেন, সবাই ভুলে যাচ্ছে। প্রমাণ না থাকলে অভিযোগকারীকেই সন্দেহ করা হয়। 'আমার প্রথম সন্তান', ঝড়, কেলেঙ্কারি সামলে ভালবাসা উজাড় করলেন বাঙালি অভিনেতা, চেনেন? তিনি অভিনেত্রী রবীণা ট্যান্ডন-এর একটি অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। রেণুকার কথায়, রবীণা বলেছিলেন, বাইরে শুটিংয়ের সময় তাঁরা প্রতিদিন ঘর পরিবর্তন করতেন, যাতে কেউ তাঁদের অবস্থান জানতে না পারে। রাতে অনেক সময় পুরুষ অভিনেতা ও প্রযোজকরা দরজায় কড়া নাড়তেন। রেণুকার মতে, এই অভিজ্ঞতাগুলোই প্রমাণ করে যে ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য নিরাপত্তা ও সম্মান আজও একটি বড় প্রশ্নচিহ্ন।
weekend trip: চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি!
weekend trip from Kolkata: ব্যস্ত শহুরে জীবনের কোলাহল থেকে সামান্য দূরেই লুকিয়ে আছে এক শান্ত, সবুজে মোড়া ভ্রমণতীর্থ— গিরিডি। বাংলার প্রতিবেশী রাজ্যে ঝাড়খণ্ডের গিরিডি জেলা সদর শহরটি কলকাতা থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেন বা গাড়ি — দুই মাধ্যমেই খুব সহজে পৌঁছে যাওয়া যায় এই মনোরম পাহাড়ি শহরে। প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিশেল গিরিডি আজ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে কলকাতাবাসীর কাছে উইকএন্ড ট্রিপের গন্তব্য হিসেবে। গিরিডির চারপাশ ঘিরে আছে ছোট ছোট টিলা, অরণ্য আর ঝরনাধারা। এখানকার পরাশনাথ পাহাড় (শিখরজি) জৈন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র। প্রায় ৪,৪৭৯ ফুট উচ্চতার এই পাহাড়ে রয়েছে অসংখ্য জৈন মন্দির, যা দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ও তীর্থযাত্রী ভিড় জমান। পাহাড়ের পথ ধরে উঠতে উঠতে চোখে পড়ে ঘন অরণ্য, পাথুরে নদী আর দূরের নীল আকাশে মিশে যাওয়া পর্বতের চূড়া— যা সত্যিই অপূর্ব এক অভিজ্ঞতা। আরও পড়ুন- Weekend Getaway: আজ যান চাইলে কালই ফিরুন! কলকাতার কাছেই অপূর্ব এই জায়গা পর্যটকদের মন কাড়ছে গিরিডিতে প্রকৃতিপ্রেমীদের জন্যও রয়েছে অনেক কিছু। কুঞ্জবন জলপ্রপাত, উশরনাথ ধাম, কর্ণপুর হ্রদ, এবং গিরিডি পার্ক— প্রত্যেকটি জায়গাই মন ছুঁয়ে যায়। বিশেষত শীতকালে, যখন চারপাশে শাল-সেগুনে ঘেরা অরণ্যরাশি একেবারে সবুজে মোড়ানো, তখন গিরিডি হয়ে ওঠে প্রকৃতির এক শান্ত আবাস। আরও পড়ুন- Short Trip: ভাবতেই পারবেন না! কলকাতার কাছেই মায়াবী এক দ্বীপ! সমুদ্রঘেরা কোলাহলমুক্ত পরিবেশে হৃদয় জুড়োবে! যাঁরা ইতিহাস ও ধর্মে আগ্রহী, তাঁদের জন্য পরাশনাথ পাহাড়ের মন্দিরসমূহ এবং আশপাশের জৈন স্থাপত্য অনন্য আকর্ষণ। আর যাঁরা নিছকই বিশ্রাম খুঁজছেন, তাঁদের জন্য গিরিডির নিরিবিলি হোটেল ও অতিথিশালাগুলি যথেষ্ট আরামদায়ক। আরও পড়ুন- Chingrikhali Fort:ডায়মন্ড হারবারের পুরনো কেল্লা, নদীগর্ভে বিলীন হতে চলা ঐতিহাসিক দুর্গের নেপথ্যে রহস্যে ঘেরা কাহিনী সব মিলিয়ে, কলকাতার কাছেই অল্প দূরত্বে অবস্থিত গিরিডি আজ এক আদর্শ উইকএন্ড গেটওয়ে। প্রকৃতির কোলে দু’দিনের জন্য নিজেকে হারিয়ে ফেলতে চাইলে, গিরিডির মতো গন্তব্য খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর।
কার্তিকের শেষলগ্নে শীতের আমেজ বঙ্গে, পশ্চিমের জেলাগুলিতে হু হু করে পারদ পতন
কলকাতার আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস আবহাওয়া দপ্তরের?
Falakata |রাতের অন্ধকারে খেত থেকে চুরি বাঁধাকপি, মাথায় হাত কৃষকের
ফালাকাটা: ব্যাংক থেকে ঋণ নিয়ে বাঁধাকপি চাষ করেছিলেন ফালাকাটার শিশাগোড়ের কৃষক কমল দাস। এবার প্রাকৃতিক বিপর্যয়ে অনেক কষ্টে সবজিকে রক্ষা করেছিলেন। এই মরশুমে মাত্র একদিন খেত থেকে কপি বিক্রি করেন। কিন্তু সোমবার সকালে বাঁধাকপি খেতে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে কমলের। জানা গিয়েছে, রবিবার রাতের অন্ধকারে কমল দাসের বাঁধাকপির খেত তছনছ করেছে দুষ্কৃতীরা। কমল জানান, […] The post Falakata | রাতের অন্ধকারে খেত থেকে চুরি বাঁধাকপি, মাথায় হাত কৃষকের appeared first on Uttarbanga Sambad .
America |আমেরিকায় শাটডাউন তুলতে ভোটাভুটির প্রস্তুতি মার্কিন সেনেটে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৪০ দিন ধরে আমেরিকা প্রশাসনে অচলাবস্থা অর্থাৎ শাটডাউন (Shutdown) চলছে। বন্ধ হয়ে রয়েছে সরকারের একাধিক দপ্তর। আপৎকালীন পরিষেবা চালু থাকলেও ওই দপ্তরের কর্মীরা বেতন পাচ্ছেন না। অবশেষে এমন পরিস্থিতি কাটাতে পদক্ষেপ করা হল। মার্কিন সেনেটে একটি প্রস্তাবিত বিল নিয়ে শুরু হল ভোটাভুটির প্রস্তুতি। সংবাদ সংস্থা সুত্রে খবর, প্রস্তাবিত বিল নিয়ে ভোটাভুটি […] The post America | আমেরিকায় শাটডাউন তুলতে ভোটাভুটির প্রস্তুতি মার্কিন সেনেটে appeared first on Uttarbanga Sambad .
Bihar |ঘুমের মধ্যে ভেঙে পড়ল ছাদ! পাটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘুমের মধ্যে ভেঙে পড়ল ছাদ। মৃত্যু হল একই পরিবারের ৫ জনের। রবিবার রাতে ঘটনাটি ঘটে বিহারের (Bihar) পাটনার (Patna) মানাস গ্রামে। মৃতরা হলেন, বাবলু খান, তাঁর স্ত্রী রোশন খাতুন, ছেলে মহম্মদ চাঁদ, মেয়ে রুখসার এবং কনিষ্ঠ কন্যা চাঁদনি। জানা গিয়েছে, ওই বাড়িটি বহু বছর আগে ‘ইন্দিরা আবাস যোজনা’র আওতায় নির্মিত হয়েছিল। […] The post Bihar | ঘুমের মধ্যে ভেঙে পড়ল ছাদ! পাটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু appeared first on Uttarbanga Sambad .
IPL 2026 Trading: আইপিএল ইতিহাসের সবথেকে বড় চমক! CSK ছাড়তে চলেছেন তারকা ক্রিকেটার?
IPL 2026: সময় একেবারে আসন্ন। শীঘ্রই হতে পারে আইপিএল ইতিহাসের সবথেকে বড় ট্রেড এক্সচেঞ্জ। বিগত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) নাকি ছাড়তে পারেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। যোগ দিতে পারেন অন্য কোনও দলে। এই 'অন্য দল'-এর তালিকায় সবার আগে উঠে আসছে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নাম। শোনা যাচ্ছে, তাঁর জায়গায় রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) নাকি রাজস্থান রয়্যালসে যোগ দিতে পারেন। আর সঞ্জু স্যামসন আসবেন CSK ব্রিগেডে। যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে সেটা যে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবথেকে বড় চমক হবে, তা নিশ্চিন্তে বলা যেতে পারে। KKR New Head Coach: আসন্ন IPL-এর আগে বড় চমক, বদলে গেল কলকাতা নাইট রাইডার্সের হেড স্যার! দল বদলাবেন স্যামসন-জাদেজা? IPL 2026 নিলামের আগে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে ট্রেডিং নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। রবীন্দ্র জাদেজা এবং সঞ্জু স্যামসন দুজনেই ১৮ কোটির ক্রিকেটার। রাজস্থান রয়্যালস অবশ্য সরাসরি সোয়্যাপ চায় না। তারা সঙ্গে আরও একজন ক্রিকেটারকে চায়। আর সেকারণেই চুক্তিটা আপাতত আটকে রয়েছে। শোনা যাচ্ছে, রাজস্থান রয়্যাল নাকি এই চুক্তিতে ডেবল্ড ব্রেভিসকেও চেয়েছে। Virat Kohli IPL Retirement: বিরাট কোহলিকে নিয়ে খারাপ খবর! বিদায় জানাতে পারেন আইপিএল-কে? রাজস্থান রয়্যালস দলের মালিক মনোজ বডালে আপাতত মুম্বইয়ে রয়েছেন। তিনি চেন্নাই সুপার কিংসের সঙ্গে কথাবার্তা বলতে চান। ডেবল্ড ব্রেভিসের জায়গায় RR অন্য কোনও ক্রিকেটারকেও নিতে পারে। যদিও CSK জানিয়েছে, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন রবীন্দ্র জাদেজা। তাঁকে ট্রেড করাই সবথেকে বড় ব্যাপার। যদি রাজস্থান রয়্যাালস শুধুমাত্র জাদেজাকেই নিতে চায়, তাহলেই চুক্তিটা পাকা হবে। আর যদি সেটা না হয়, সেক্ষেত্রে জাদেজা চেন্নাইয়ে এবং স্যামসন রাজস্থানের হয়েই খেলবেন। Chris Gayle IPL Controversy: বিতর্কে জড়ালেন ক্রিস গেইল, চরম অপমানেই ছেড়েছিলেন আইপিএল? শীঘ্রই হবে সিদ্ধান্ত আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে ২০২৬ আইপিএল টুর্নামেন্টের নিলাম আয়োজন করা হবে। শোনা যাচ্ছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রত্যেকটা দল নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করবে। পাশাপাশি, কোন ক্রিকেটারদের তারা ছেড়ে দিতে চায়, সেই ছবিটাও স্পষ্ট হয়ে যাবে। আপাতত আর ৫ দিন বাকি রয়েছে। তার আগেই রাজস্থান এবং চেন্নাইকে এই ট্রেড নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এর পাশাপাশি আরও কয়েকটা ট্রেড দেখা যেতে পারে।
ভূস্বর্গে নাশকতার ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী, ফরিদাবাদে উদ্ধার ৩০০ কেজি আরডিএক্স
ফরিদাবাদ থেকে উদ্ধার আরডিএক্স, একে-৪৭ রাইফেল-সহ প্রচুর গোলাবারুদ।
T20 World Cup 2026 |টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের ‘যুদ্ধে’ ইডেন
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতা: বদলাচ্ছে পরিস্থিতি। বদলে চলেছে সমীকরণও। নিয়মিত বদলে যাওয়া পটভূমিতে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দৌড়ে একরকম যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অন্দরে। ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এখনও সরকারিভাবে কুড়ির বিশ্বকাপের সূচি ঘোষণা করেনি। কোন কোন শহরে ম্যাচ হবে, তার ঘোষণাও হয়নি। তবে আাগমী […] The post T20 World Cup 2026 | টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের ‘যুদ্ধে’ ইডেন appeared first on Uttarbanga Sambad .
Digha Hotel Booking: দিঘা-মন্দারমণিতে বড় চক্র, হাজার-হাজার টাকা খোয়াচ্ছেন পর্যটকরা
Digha Hotel Booking Fraud: আর শুধুই দিঘা, মন্দারমণি নয়। একই ছবি ধরা পড়েছে তাজরপুর, শঙ্করপুরের ক্ষেত্রে। হোটেল বুকিং করতে গিয়ে প্রতারিত হচ্ছেন পর্যটকরা। কয়েক মাস আগের কথা, ওল্ড দিঘায় ১৭ থেকে ২০ মে পর্যন্ত একটি হোটেলে রুম ভাড়া নিয়েছিলেন হাওড়ার বাসিন্দা সহেলি চট্টোপাধ্য়ায়।
বহুবিবাহে ৭ বছর জেল, তহবিল মহিলাদের জন্য! অসম মন্ত্রিসভায় পাশ নতুন বিল
কবে বিধানসভায় পেশ হবে নতুন বিল?
আরও কাছে পাকিস্তান-বাংলাদেশ, ৫০ বছর পর চট্টগ্রাম বন্দরে নোঙর করল পাক যুদ্ধজাহাজ!
একইসঙ্গে তিনদিনের বাংলাদেশ সফরে গিয়েছেন পাক নৌসেনা প্রধান নাভিদ আশরাফ।
হজযাত্রা নিয়ে ভারতের সঙ্গে চুক্তি সৌদি আরবের, কতজনকে প্রবেশাধিকার দেবে রিয়াধ?
হজ এবং উমরাহ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী।
Weather Update in Kolkata, West Bengal on 10th November: উত্তুরে হাওয়ার হাত ধরে ঠান্ডা আমেজ রয়েছে রাজ্যজুড়ে। আজও ১৯ ডিগ্রির ঘরে থাকবে কলকাতার পারদ।আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ১৫-১৬ ডিগ্রির ঘরে থাকবে পশ্চিমাঞ্চলের পারদ।
শহরে ঢুকেই ইডেন পিচ নিয়ে দাবিদাওয়া শুরু গম্ভীরের! টার্নারে নেমে ভুগবে না তো ভারত?
প্রায় ছ'বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ইডেনে।
দিল্লির উপর বেদম চটেছেন শুভেন্দু? অভিজিতের ‘বিস্ফোরণে’র পিছনে দলের একাংশ, চর্চা বিজেপিতেই
ক্রমশ বাড়ছে আদি বনাম নব্য বিজেপির সংঘাত।
Donald Trump |আমেরিকার নাগরিকদের মাথাপিছু ২০০০ ডলার দেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের একবার শিরোনামে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। রবিবার ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকার নাগরিকদের মাথাপিছু ২০০০ ডলার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ, ১ লক্ষ ৭৭ হাজার ২৮১ টাকা। দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্কের (Tariff) বোঝা চাপিয়েছেন। এর ফলে অনেক বন্ধু দেশের সঙ্গে আমেরিকার সম্পর্কের […] The post Donald Trump | আমেরিকার নাগরিকদের মাথাপিছু ২০০০ ডলার দেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের appeared first on Uttarbanga Sambad .
CM Mamata Banerjee |আজ উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের একাধিক জেলা। পুজোর কার্নিভাল শেষ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন। ফেরার সময় তিনি জানান, অল্প সময়ের মধ্যেই আবারও সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আসবেন। সোমবার ফের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। এদিন দমদম বিমানবন্দর থেকে শিলিগুড়ি (Siliguri)-র উদ্দেশে রওনা […] The post CM Mamata Banerjee | আজ উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি appeared first on Uttarbanga Sambad .
Emergency landing |বিমানের ইঞ্জিনে ত্রুটি! কলকাতায় জরুরি অবতরণ করল স্পাইস জেটের বিমান
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় রবিবার রাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (Netaji Subhas Chandra Bose International Airport in Kolkata) জরুরি অবতরণ (Emergency landing) করল স্পাইসজেটের (Spicejet Aircraft) একটি বিমান। জানা গিয়েছে, বিমানটি উড়েছিল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে (Chhatrapati Shivaji Maharaj International Airport)। উড়ার কিছুক্ষণ পরেই বিমানের একটি […] The post Emergency landing | বিমানের ইঞ্জিনে ত্রুটি! কলকাতায় জরুরি অবতরণ করল স্পাইস জেটের বিমান appeared first on Uttarbanga Sambad .
Rastraguru Surendranath Bandopadhyay: ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কিছু নাম আছে যাঁদের ছাড়া সেই কাহিনি অসম্পূর্ণ। রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (Sir Surendranath Banerjee) তাঁদেরই একজন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রারম্ভিক যুগের এক উজ্জ্বল নক্ষত্র, যাকে সমগ্র দেশ 'রাষ্ট্রগুরু' সম্মানে ভূষিত করেছিল। ১৮৪৮ সালের ১০ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন সুরেন্দ্রনাথ। তাঁর পিতা দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই সময়ের খ্যাতনামা চিকিৎসক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও দৃঢ়চেতা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS) পরীক্ষায় সফল হন— যা সেই সময়ে ভারতীয়দের জন্য ছিল প্রায় অসম্ভব। আরও পড়ুন- এই দুটি নির্দিষ্ট যোগব্যায়ামে বাড়ে আয়ু! কেন বলা হচ্ছে এমন কথা? ১৮৭১ সালে সহকারি ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেটে যোগ দেন সুরেন্দ্রনাথ। কিন্তু ব্রিটিশ প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে অল্পদিনেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই অন্যায় তাঁর মনে জাতীয় চেতনার আগুন জ্বেলে দেয়। তিনি ইংল্যান্ডে ফিরে গিয়ে ব্রিটিশদের সামনে ভারতের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং পরে দেশে ফিরে শিক্ষা ও রাজনীতিকে হাতিয়ার করে জাতীয় জাগরণ শুরু করেন। আরও পড়ুন- খুব চুল পড়ছে? দূর করুন এই ৫ ভিটামিনের সমস্যা, চুল হবে ঘনকালো ও মসৃণ! শিক্ষকতা ১৮৭৫ সালে দেশে ফিরে তিনি শিক্ষকতার মাধ্যমে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে শুরু করেন। মেট্রোপলিটন ইনস্টিটিউশন, ফ্রি চার্চ কলেজ ও রিপন কলেজে অধ্যাপনা করেন— এই রিপন কলেজই পরে তাঁর নামানুসারে 'সুরেন্দ্রনাথ কলেজ' নামে পরিচিত হয়। আরও পড়ুন- রাতে বিছানায় গা এলিয়ে দিলেই দ্রুত ঘুম আসুক, এমনটা চান? আজই কাজে লাগান এই ৮ কায়দা ১৮৭৬ সালে তিনি ভারত সভা (Indian Association) প্রতিষ্ঠা করেন। যা ছিল ভারতীয়দের রাজনৈতিক অধিকার আদায়ের প্রথম বড় পদক্ষেপ। এই সংগঠন পরবর্তীতে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভিত্তি তৈরি করে। ১৮৮৬ সালে কংগ্রেসের সঙ্গে ভারত সভা একীভূত করার মাধ্যমে সুরেন্দ্রনাথ ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক ঐক্যের প্রতীক হয়ে ওঠেন। আরও পড়ুন- শীতে প্রচুর মেলে, সবগুলোই উপকারি, কিন্তু আমলকি নাকি অ্যাভোকাডো আপনার জন্য কোনটা বেশি ভালো? ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুরেন্দ্রনাথ প্রথম সারির নেতা হিসেবে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে শুরু হয় স্বদেশি আন্দোলন— যেখানে ভারতীয়দের মধ্যে একতা, স্বনির্ভরতা ও জাতীয় গর্বের জোয়ার বইতে থাকে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিনি ১৯১৮ সালে কংগ্রেস থেকে সরে দাঁড়ালেও জাতীয় ঐক্যের পক্ষে কাজ করে গেছেন। ১৯২১ সালে তিনি নাইট উপাধি পান এবং বাংলার মন্ত্রী হিসেবে ১৯২১–১৯২৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন সমাজ সংস্কারক। বিধবা বিবাহ, মেয়েদের শিক্ষার প্রসার, সামাজিক পুনর্গঠনের কাজে তিনি ছিলেন সক্রিয়। রাজা রামমোহন রায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উনবিংশ শতাব্দীর নবজাগরণ আন্দোলনকে তিনি আরও এগিয়ে নিয়ে যান। ১৯২৫ সালের ৬ আগস্ট ৭৭ বছর বয়সে রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন। কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ, জাতীয়তাবাদ এবং মানবতার বার্তা আজও সমান প্রাসঙ্গিক।
kolkata News live updates: ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। বিশেষ করে ত্রাণ বিতরণ, ভেঙে পড়া সড়ক ও সেতুর পুনর্নির্মাণের কাজ কতদূর এগিয়েছে, তা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, যেসব পরিবারের বাড়িঘর প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে, তাঁদের হাতে আর্থিক সহায়তাও তুলে দেবেন বলে জানা গেছে। অন্যদিকে, মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দল গঠনের ঘোষণা ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন,“হুমায়ুন কবীর যদি চলে যান, তাহলে ২২টি আসনে কংগ্রেস-সিপিএম জোট, আর BJP জিতবে।”তৃণমূলের একাংশের মতে, উত্তরবঙ্গ সফরের মধ্যেই এই রাজনৈতিক অস্থিরতার প্রভাব নিয়েও সচেতন রয়েছেন দলনেত্রী। আরও পড়ুন- West Bengal Weather Update: শহর-গ্রাম একসুরে বলছে, 'এলো শীত'! নামছে পারদ, দিন কয়েকেই জাঁকিয়ে ঠান্ডা? এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রাজ্যজুড়ে ক্রমে নামছে পারদ। শহর থেকে গ্রাম—সব জায়গায় বাড়ছে শীতের অনুভূতি। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আরও পড়ুন- Bengal SIR: বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। ফলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে স্পষ্ট হচ্ছে শীতের আগমনী সুর। আরও পড়ুন- বঙ্গ রাজনীতিতে ভূমিকম্প! তৃণমূলের অন্দরে বিদ্রোহ প্রকাশ্যে আসতেই বড় ঘোষণা শুভেন্দুর
বিগ বসের মঞ্চে নারীশক্তির দুই অধিনায়ক, ঝুলন-অঞ্জুমকে দেখে কী বললেন অভিভূত সলমন?
কী বললেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন দুই অধিনায়ক?
ভুয়ো লগ্নি অ্যাপে ৩০০ কোটির সাইবার জালিয়াতি! পুলিশের নজরে শিল্পপতি
অভিযোগ, প্রতারণার অর্থ ওই শিল্পপতি ও তাঁর সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত সরানো হয়েছে।
Polygamy Ban: দ্বিতীয় বিয়ে করলেই ৭ বছরের জেল! পাশ হল বহুগামিতা নিষিদ্ধ বিল
Assam Polygamy Prohibition Bill: এই বিলে বলা হয়েছে যদি কোনও ব্যক্তি বহুগামিতা করতে গিয়ে ধরা পড়েন, অর্থাৎ কোনও ব্যক্তির যদি একাধিক স্ত্রী বা কোনও মহিলার যদি একাধিক স্বামী থাকে, তাহলে তাদের সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হবে। তবে ষষ্ঠ জনজাতি এলাকায় এই নিয়মে কিছুটা ছাড় দেওয়া হতে পারে।
West Bengal Weather Update: শহর-গ্রাম একসুরে বলছে, 'এলো শীত'! নামছে পারদ, দিন কয়েকেই জাঁকিয়ে ঠান্ডা?
Kolkata Weather Today: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রাজ্যের শহর থেকে জেলায় ক্রমশ নামছে পারদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা-সহ একাধিক জেলার তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে এসেছে। অন্যদিকে উত্তরবঙ্গেও ঠান্ডার দাপট বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে রাজ্যজুড়ে শীতের আগমনের ইঙ্গিত স্পষ্ট। আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া? দেখে নেওয়া যাক আজকের পূর্ণাঙ্গ ওয়েদার আপডেট। দক্ষিণবঙ্গের আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পারদ পতন শুরু হয়েছে। আগামী তিন দিন এভাবেই তাপমাত্রা নামার ধারা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বেশ কয়েকটি জেলায় ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। আরও পড়ুন- Bengal SIR: বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চল—পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে রাতের দিকে পারদ ১৫ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা এবং শীত শীত ভাব স্পষ্ট। আবহাওয়াবিদদের মতে, জাকিয়ে ঠান্ডা পড়ার জন্য প্রায় প্রস্তুত দক্ষিণবঙ্গ। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় আগামী কয়েক দিন ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। আরও পড়ুন- বঙ্গ রাজনীতিতে ভূমিকম্প! তৃণমূলের অন্দরে বিদ্রোহ প্রকাশ্যে আসতেই বড় ঘোষণা শুভেন্দুর কলকাতার আবহাওয়া রাজধানী কলকাতায় আপাতত আকাশ পরিষ্কার, রোদ ঝলমলে সকাল। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই কুড়ির ঘরে পৌঁছে গিয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস—আগামী কয়েক দিন রাতের দিকে পারদ আরও কিছুটা নামতে পারে। ফলে শহরেও মিলবে হালকা শীতের অনুভব। চলতি সপ্তাহের প্রথমার্ধে তাপমাত্রা পতনের ধারা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গেও আকাশ পরিষ্কার, আপাতত কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। এখানেও আগামী কয়েক দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস। পাহাড়ি দার্জিলিঙে পারদ ইতিমধ্যেই ১০ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। লাগোয়া কালিম্পংয়েও তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আরও পড়ুন- Bengal SIR 2025: এনুমারেশন ফর্ম গড়াগড়ি খাচ্ছে রাস্তায়, SIR-এর মাঝে হচ্ছে টা কী? তুমুল চাঞ্চল্যে বিরাট শোরগোল গোটা উত্তরবঙ্গেই শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে রাজ্যজুড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। নভেম্বরের মাঝামাঝি পৌঁছাতেই পারদ পতনের ধারা আরও জোরালো হতে পারে বলে মত আবহাওয়াবিদদের।
বাড়ি বাড়ি যাচ্ছেন না বিএলওরা, অভিযোগ শুনে তৃণমূলের অরূপ বললেন…
এসএসআই-র জন্য গত ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসাররা(BLO)। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে, বাড়িতে না গিয়ে কোথাও বসে থেকে ফর্ম বিলি করছেন বিএলওরা। এমনকি, তৃণমূল নেতার বাড়িতে বসে ফর্ম বিলির অভিযোগ উঠেছে। এমন হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিএলও-দের বাড়িতে না গিয়ে ফর্ম বিলির অভিযোগ নিয়ে এবার যুক্তি দিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি বলেন, অনেক বয়স্ক ব্যক্তি বিএলও-র দায়িত্ব পালন করছেন। অনেকে ভাল করে হাঁটতে পারেন না। হয়তো তাঁরা চারতলায় উঠতে পারেননি। সেজন্যই হয়তো টেকনিক্যালি অনুচিত হলেও এক জায়গায় থেকে ফর্ম দিয়েছেন। সেটা দেখতে হবে। একইসঙ্গে তিনি বলেন, রাজ্যের অধিকাংশ মানুষ তৃণমূলকে সমর্থন করেন। বিএলও-রা তৃণমূলকে সমর্থন করতেই পারেন।
প্রত্যেক মার্কিন নাগরিককে প্রায় ২ লক্ষ টাকা! শুল্ক চাপিয়ে পাওয়া অর্থ দরাজ হাতে বিলোবেন ট্রাম্প
এবার আমজনতার 'মসিহা' হয়ে উঠতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প!
Salman Khan-Bigg Boss: সর্বশেষ বিগ বস ১৯ এর 'উইকেন্ড কা ভার'- পর্বটি নানা কারণে দর্শকদের নজর কেড়েছে। শনিবারের এপিসোডে দেখা গেছে মরসুমের অন্যতম তীব্র প্রতিক্রিয়া সেশন, আর রবিবারের পর্বে ছিল এক বিশেষ চমক। ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই কিংবদন্তি তারকা- ঝুলন গোস্বামী ও অঞ্জুম চোপড়া উপস্থিত ছিলেন শো-এর মঞ্চে, সঙ্গে থাকবেন স্বয়ং হোস্ট সালমান খান। এই মাসের শুরুতেই ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। সেই ঐতিহাসিক সাফল্যের পরেই এই দুই প্রাক্তন তারকা খেলোয়াড়ের বিগ বস মঞ্চে আগমন। প্রোমোতে দেখা গেছে, সলমন খান উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন ঝুলন ও অঞ্জুমকে। সলমন স্মরণ করেন ২০২২ সালের সময়ের কথা, যখন স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁরা একদিন বিশ্বকাপ জিতবেন। Ranna-Bati Review: এক অভিভাবকের বাবা হয়ে ওঠার গল্প, কেমন হল প্রতীমের নতুন ছবি 'রান্না-বাটি'? এ প্রসঙ্গে ঝুলন বলেন, ওরা যখন আমার কাছে ট্রফি নিয়ে আসে, সেটাই আমার ক্রিকেট জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। এরপর সলমন জানতে চান, এই জয়ের ফলে দেশের মহিলা ক্রিকেটে কী বড় পরিবর্তন আসতে পারে? উত্তরে অঞ্জুম জানান, যখন দেশের তরুণীরা পরবর্তী ঝুলন, হরমন বা স্মৃতি হওয়ার স্বপ্ন দেখবে, তখনই এই সাফল্য তার আসল মানে পাবে। সেটাই আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। উল্লেখ্য, ২ নভেম্বর, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা দল প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জয় করে ইতিহাস রচনা করে। সেই ঐতিহাসিক জয়ের পর দলের সদস্যরা তাঁদের অনুপ্রেরণা হিসেবে থাকা তিন কিংবদন্তি- মিতালি রাজ, ঝুলন গোস্বামী, ও অঞ্জুম চোপড়া-কে বিশেষভাবে ট্রফি উপহার দেন। ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মিতালি ও ঝুলন। 'আমার প্রথম সন্তান', ঝড়, কেলেঙ্কারি সামলে ভালবাসা উজাড় করলেন বাঙালি অভিনেতা, চেনেন? আইসিসি রিভিউয়ের এক সাক্ষাৎকারে হরমনপ্রীত বলেন, ২০২২ সালের বিশ্বকাপে আমরা খুব হতাশ ছিলাম, কারণ সেটি ছিল ঝুলন দি ও মিতালি দির শেষ বিশ্বকাপ। তখনই আমি ও স্মৃতি ঠিক করেছিলাম, পরের বার আমরা জিতব এবং নিশ্চিত করব তাঁরা যেন মাঠে উপস্থিত থাকেন। আমরা চাইছিলাম তাঁদের সঙ্গে এই মুহূর্তটি ভাগ করে নিতে। এদিকে, সলমন খান সম্প্রতি নিশ্চিত করেছেন যে বিগ বস ১৯-র পর্ব বাড়ছে না। তাঁর কথায়, “শো-এর মাত্র ৩০ দিন বাকি।” জানা গেছে, গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর, যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ঘূর্ণিঝড় ফিলিপিন্সে (Philippines)। কয়েকদিন আগেই ফিলিপিন্সে আঘাত হেনেছিল শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone) কালমায়েগি। সেই ক্ষত সামলে উঠতে না উঠতেই ফিলিপিন্সে আছড়ে পড়ল আরও এক সুপার টাইফুন। ফাং-ওং নামে ওই সুপার টাইফুনের দাপটে এখনও পর্যন্ত দু’জনের প্রাণ গিয়েছে। এই সুপার টাইফুন ফিলিপিন্সের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে। ফলে দ্বীপরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে ছড়িয়েছে […] The post Philippines | ফিলিপিন্সে সুপার টাইফুনের জেরে মৃত ২! নিরাপদ আশ্রয়ে ১০ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে appeared first on Uttarbanga Sambad .
Gold Price Today: সপ্তাহের শুরুতেই ঝুপ করে পড়ল সোনার দাম, বিয়ের মরশুমে সস্তায় সোনা পাবেন এখনই
Gold Price in Kolkata on 10th November 2025: সামনেই বন্ধুবান্ধব বা প্রিয় কোনও মানুষের বিয়ে? কী উপহার দেবেন ভেবে পাচ্ছেন না, তাহলে নিশ্চিন্তে ছোটখাটো একটা সোনার গহনা কিনে দিতেই পারেন। বর্তমানে সোনার দর আকাশছোঁয়া হলেও, বিগত এক সপ্তাহে বেশ অনেকটাই কমেছে দাম। ফলে কিছুটা হলেও এখন সোনা কেনা সম্ভব।
‘কাজের সূত্রে অন্য দেশ থেকে মানুষ আসেন, আবার চলেও যান’, যুক্তি দিলেন পরিবহণমন্ত্রী
বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে লাগাতার রাজ্যের শাসকদলকে নিশানা করে চলেছে বিজেপি। এসআইআর হলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়ন করা হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বললেন, অন্য দেশ থেকে মানুষ আসেন কাজের সূত্রে। আবার চলেও যান। এই সংখ্যাটা বেশি নয়। রবিবার বীরভূমের সাঁইথিয়ায় এসেছিলেন পরিবহণ মন্ত্রী। দু'দিন আগে সাঁইথিয়ার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান প্রামাণিক এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। মৃতের পরিজনদের সঙ্গে দেখা করেন পরিবহণ মন্ত্রী। সেখানেই তিনি বলেন, এসআইআরের উদ্দেশ্য এক ঝটকায় বহু মানুষের নাম বাদ দেওয়া। কারণ, তাঁরা তৃণমূলের সমর্থক।
‘বদলও হবে, বদলাও হবে’, তৃণমূলকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর
আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ফের তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, বদলও হবে, বদলাও হবে। তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে বলে ফের অভিযোগ করেন তিনি। রবিবার বর্ধমান জেলা বিজেপির ডাকে প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। সেখানে তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, কোনও বাংলাদেশি হিন্দুর ক্ষতি হবে না। তাছাড়া পাকিস্তান ও আফগানিস্তান থেকে শিখ, খ্রিস্টান, বৌদ্ধরা এদেশে এসেছেন, তাঁরাও শরণার্থী। কিন্তু যে সব মুসলিম বাংলাদেশ থেকে এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী। তিনি আরও বলেন, কোনও হিন্দুর নাম বাদ যাবে না এসআইআরে।
Bengal SIR: বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল
Bengal SIR: বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) কাজের অংশ হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়েছে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি। সেই কাজ করতে গিয়েই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বিএলও-র। মৃতার নাম নমিতা হাঁসদা (৫০)। পূর্ব বর্ধমানের মেমারি থানার বোহার ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক বলরামের বাঙালপুকুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। নমিতাদেবী পেশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং মন্তেশ্বর বিধানসভার অধীনে বিএলও হিসেবে কাজ করছিলেন। শনিবার বেলা নাগাদ যখন তিনি বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছিলেন, তখন হঠাৎই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। ওই রাতেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। স্ত্রীর মৃত্যুর জন্য এসআইআর কাজের অতিরিক্ত চাপকেই দায়ী করেছেন মৃতার স্বামী মাধব হাঁসদা। শ্মশানঘাটে স্ত্রীর মরদেহের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “বিডিও অফিস থেকে প্রতিদিন অনেক বেশি ফর্ম বিলি করার চাপ দেওয়া হচ্ছিল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছিল ওকে। এতটা চাপ ও নিতে পারেনি।” নমিতাদেবীর পরিবার আর্থিকভাবে তেমন স্বচ্ছল নয়। স্বামী মাধব হাঁসদা পেশায় পেইন্টার। এক ছেলে ও এক মেয়ে—মেয়ের বিয়ে হয়েছে, আর ছেলে মানিক কর্মসূত্রে বাইরে থাকেন। মায়ের অসুস্থতার খবর শুনে তিনি তড়িঘড়ি বাড়ি ফিরলেও, মাকে আর বাঁচানো যায়নি। তিনিও মায়ের মৃত্যুর জন্য কাজের অতিরিক্ত চাপকেই দায়ী করেছেন। ঘটনা নিয়ে জেলাশাসক আয়েষা রানী জানান, “ঘটনার খবর পেয়েছি। সাধারণত যাঁরা অসুস্থ, তাঁদের বিএলও ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রকৃত ঘটনা কী, তা খতিয়ে দেখা হচ্ছে।” জেলা প্রশাসন মৃতার চিকিৎসার রিপোর্ট সংগ্রহ করে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি। আরও পড়ুন- রবিতেও 'সোনায় সোহাগা', বিয়ের মরসুমে সোনার দাম কমায় ক্রেতাদের মুখে চওড়া হাসির ঝলক ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই? SIR-এর ফর্ম ফিলআপে এই কাজ করতেই হবে আপনাকে হুড়মুড়িয়ে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীত কবে? রইল আবহাওয়ার ব্রেকিং আপডেট বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মধ্যেই বিরাট 'অ্যাকশনে' আসরে অভিষেক, সরাসরি এবার চ্যালেঞ্জ ছুড়লেন কোন চালে খেলা ঘুরিয়ে দিল মোদী? ভারতে আসার জন্য উৎসুক ডোনাল্ড ট্রাম্প, ব্যাপারটা কী? বিহার নির্বাচনের প্রথম দফার ভোটপর্ব মিটতেই মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জোর চর্চা, অবশেষে বিরাট ঘোষণা বিজেপির উইকএন্ডে খুশির জোয়ার, কলকাতায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম Weather Report:নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন “মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট আরও পড়ুন-সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে? চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ ‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে
ডান্সফ্লোরে ঝড় তুললেন দর্শনা, হঠাত্ প্রবেশ সৌরভ-রুদ্রনীলের!
'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবির প্রোমোশনাল মিউজিক ভিডিওতে একেবারে নতুন এবং গ্ল্যামারাস অবতারে দেখা গেল অভিনেত্রী দর্শনা বণিককে। জনপ্রিয় কালজয়ী গান ‘চুরি ছাড়া কাজ নেই'-এর রিমেক তৈরি হয়েছে। সেখানেই দর্শনার লাস্যময়ী উপস্থিতি নজর কেড়ে নিচ্ছে।
Sourav Ganguly on Richa Ghosh: রিচার প্রশংসা করতে গিয়ে বিপাকে সৌরভ! ভুল বুঝছেন সকলে?
Sourav Ganguly: সম্প্রতি মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team)। গোটা দেশজুড়ে এখনও বইছে শুভেচ্ছার বন্যা। ইতিমধ্যে গত শনিবার (৮ নভেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষকে (Richa Ghosh) সংবর্ধনা দেওয়া হয়েছে। শিলিগুড়ির মেয়ে রিচা। তাঁর সাফল্যে আপাতত গোটা বাংলা উচ্ছ্বসিত। তো, এই অনুষ্ঠানে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে প্রশংসায় ভরিয়ে দেন সৌরভ। এমনকী, তাঁকে আগামীদিনে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবেও দেখতে চান। Richa Ghosh Felicitation Latest News: কীভাবে রিচার মতো 'রত্ন'কে খুঁজে পেলেন ঝুলন? শেয়ার করলেন অজানা গল্প এই অনুষ্ঠানে সৌরভ বলেন, 'যে কোনও খেলোয়াড়ের কাছেই বিশ্বকাপ জয় একটা বিশেষ অনুভূতি। বর্তমানে এই অনুভূতির কথা একমাত্র রিচাই আমাদের বলতে পারবে।' সঙ্গে তিনি আরও যোগ করেন, রিচার মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে। একদিন না একদিন তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন। Richa Ghosh Police Job: পুলিশের চাকরি পেয়ে আনন্দে আত্মহারা! কী বললেন বাংলার 'বিশ্বজয়ী' রিচা? রিচাকে শুভেচ্ছা জানালেন মহারাজ মহারাজ বললেন, 'তোমার কেরিয়ার সবেমাত্র শুরু হয়েছে। আগামী ৪-৬ বছরে মহিলাদের ক্রিকেট আরও উন্নতি করবে। আরও অনেক নতুন সুযোগ আসবে। আমার আশা, সেই প্রত্যেকটা সুযোগই তুমি কাজে লাগাতে পারবে। আর একদিন ঝুলনের মতো আমরা একদিন বলতে পারব, রিচা - ভারতের অধিনায়ক।' সৌরভ প্রশংসার সুরে আরও বললেন, 'তোমার বয়স এখন একেবারেই অল্প। ২২ কী ২৩ হবে। এখনও তোমার কাছে অফুরান সুযোগ রয়েছে। তোমার জন্য আমার আশীর্বাদ এবং আন্তরিক শুভেচ্ছা রইল।' Sourav Ganguly Felicitates Richa Ghosh: 'সানার থেকেও ছোট...', রিচাকে নিয়ে কেন একথা বললেন সৌরভ? তবে সৌরভের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই তাঁর এই মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করতে শুরু করেছেন। সমর্থকদের একাংশের দাবি, সৌরভ নাকি পরোক্ষে হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার কথা বলেছেন। যদিও এই মন্তব্যের কোনও ভিত্তি নেই। বরং সৌরভ নিজে হরমনপ্রীতের প্রশংসা করেছেন। দেখে নিন সেই ভিডিও: Sourav Ganguly thanked former Indian Women’s cricketers for laying foundation for the future we are watching today. He applauded Harmanpreet Kaur and whole Indian Women’s Cricket team for inviting Jhulan Goswami and Mithali Raj to lift the cup during celebrations! pic.twitter.com/AfTvduU2Uf — Sportz Point (@sportz_point) November 8, 2025 ইতিপূর্বে হরমনপ্রীতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী অবশ্য সরাসরি হরমনপ্রীতকে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, ভবিষ্যতের কথা চিন্তা করে হরমনপ্রীতকে এখনই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। সেই জায়গায় দায়িত্ব তুলে দেওয়া উচিত স্মৃতি মান্ধানার হাতে। Richa Ghosh Felicitation Photos: ইডেনে জমকালো সংবর্ধনা রিচাকে, ছবিতে দেখুন অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত শান্তা রঙ্গস্বামী বলেছিলেন, 'এটা অনেকদিন ধরেই বাকি রয়েছে। হরমনপ্রীত একজন ব্যাটার এবং ফিল্ডার হিসেবে অসাধারণ। তবে ক্যাপ্টেন হিসেবে ও বেশ কয়েকবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার মনে হয়, অধিনায়কত্বের বোঝা তুলে নিলে হয়ত ও ভারতীয় ক্রিকেট দলের হয়ে আরও ভাল পারফরম্য়ান্স করতে পারবে। ক্রিকেটের তিনটে ফরম্য়াটেই স্মৃতি মান্ধানাকে অধিনায়ক করা উচিত। এবার আগামী বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করা উচিত।'
Bengal SIR: SIR আবহে সীমান্তে রুদ্ধশ্বাস অভিযান, বিরাট গ্রেফতারি
Bengal SIR :এসআইআর আবহের মধ্যেই সীমান্তে তৎপরতা বাড়ল। মালদার বৈষ্ণবনগর থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে শনিবার গভীর রাতে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম তাজেল হোসেন (২৩) ও মহম্মদ মোমিন (২৯)। এদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোহরপুর এলাকায়। রবিবার ওই দুই অভিযুক্তকে মালদা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ কুম্ভিরা এলাকায় অভিযান চালায়। সেখানকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, অভিযানের সময় তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে পালানোর পরিকল্পনা করছিল। কুম্ভিরা এলাকা থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের দূরত্ব মাত্র ৫০০ মিটার হওয়ায় চোরাচালানকারীরা প্রায়ই ওই পথ ব্যবহার করে থাকে। পুলিশ জানিয়েছে, সীমান্তের ওই অঞ্চলের কয়েকটি অংশে এখনও কাঁটাতারের বেড়া নেই, যার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা গরু ও মোষ পাচারের কাজে লিপ্ত হচ্ছে। তবে বিএসএফের কড়া টহলদারি ও পুলিশের সক্রিয়তার ফলে অপরাধীরা প্রায়ই ধরা পড়ছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা গত এক সপ্তাহ ধরে কুম্ভিরা এলাকার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল। তারা স্বীকার করেছে যে, গরু ও মোষ পাচারের সঙ্গে যুক্ত ছিল। তবে সম্প্রতি এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে এলাকার বাড়তি পুলিশি নজরদারি দেখে তারা সীমান্তের ওপারে পালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই পুলিশি অভিযানে ধরা পড়ে যায়। পুলিশ জানিয়েছে, যে বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল, সেই বাড়ির মালিক বর্তমানে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রশাসনের অনুমান, সীমান্তবর্তী এলাকায় আরও কিছু দুষ্কৃতী এভাবে আশ্রয় নিয়ে থাকতে পারে। তদন্তে সেই দিকেও নজর দিচ্ছে পুলিশ। আরও পড়ুন- 'সোনায় সোহাগা', বিয়ের মরসুমে সোনার দাম কমায় ক্রেতাদের মুখে চওড়া হাসির ঝলক ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই? SIR-এর ফর্ম ফিলআপে এই কাজ করতেই হবে আপনাকে হুড়মুড়িয়ে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীত কবে? রইল আবহাওয়ার ব্রেকিং আপডেট বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মধ্যেই বিরাট 'অ্যাকশনে' আসরে অভিষেক, সরাসরি এবার চ্যালেঞ্জ ছুড়লেন কোন চালে খেলা ঘুরিয়ে দিল মোদী? ভারতে আসার জন্য উৎসুক ডোনাল্ড ট্রাম্প, ব্যাপারটা কী? বিহার নির্বাচনের প্রথম দফার ভোটপর্ব মিটতেই মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জোর চর্চা, অবশেষে বিরাট ঘোষণা বিজেপির উইকএন্ডে খুশির জোয়ার, কলকাতায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম Weather Report:নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন “মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট আরও পড়ুন-সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে? চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ ‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে
Samik Bhattacharya: ‘প্রধানমন্ত্রীকে চিঠি লিখব’, বঙ্কিমচন্দ্রের ২ বংশধরকে পাশে বসিয়ে বললেন শমীক
Samik Bhattacharya on Bankim Chandra's house: গত ৭ নভেম্বর ওই বাসভবনের মূর্তিতে মালা দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু, সেদিন বাসভবনটি বন্ধ ছিল। এমনকি, ওই বাসভবনে যাওয়ার রাস্তাটি খোঁড়া ছিল বলে অভিযোগ। এই নিয়ে শোরগোল পড়ার পর রবিবার সাংবাদিক বৈঠক করেন শমীক।
Horoscope: আজকের রাশিফল ১০/১১/২০২৫
কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope)মেষ/ Aries রাশিফল Rashifal : আজ আপনি পছন্দের জিনিসগুলিতে কিছু অর্থ ব্যয় ... Read more The post Horoscope: আজকের রাশিফল ১০/১১/২০২৫ first appeared on GNE Bangla .
Ajker Rashifal Bengali, 10 November 2025: আজ কোন রাশির ভাগ্য খুলবে, কার জীবনে আসছে নতুন সুযোগ?
Ajker Rashifal Bengali, 10 November 2025: আজ চন্দ্র মিথুন রাশিতে, রাত ৮টা ০৭ থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। ৫মী তিথি সকাল ৮টা ২৬ পর্যন্ত, পরে ৬ষ্ঠী তিথি চলবে। মেষ/ Aries রাশিফল Rashifal ব্যবসায়িক কাজে মধ্যস্থতা থেকে লাভ হতে পারে। ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয় বৃদ্ধি পাবে। ছোট ভাইবোনের সহায়তা মিলবে। রাতে আত্মীয়দের আগমন হতে পারে। শুভ সংখ্যা: ৪২ আরও পড়ুন- খুব চুল পড়ছে? দূর করুন এই ৫ ভিটামিনের সমস্যা, চুল হবে ঘনকালো ও মসৃণ! বৃষ/ Taurus রাশিফল Rashifal আর্থিক উন্নতি ও বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা। বাড়িতে আত্মীয়দের আগমন। রাতে নতুন যোগাযোগ তৈরি হতে পারে। শুভ সংখ্যা: ৪৫ আরও পড়ুন- রাতে বিছানায় গা এলিয়ে দিলেই দ্রুত ঘুম আসুক, এমনটা চান? আজই কাজে লাগান এই ৮ কায়দা মিথুন/ Gemini রাশিফল Rashifal আজকের দিনটি গুরুত্বপূর্ণ। চাকরিজীবীদের আর্থিক উন্নতি হবে। রাতে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। শুভ সংখ্যা: ৮৭ আরও পড়ুন- শীতে প্রচুর মেলে, সবগুলোই উপকারি, কিন্তু আমলকি নাকি অ্যাভোকাডো আপনার জন্য কোনটা বেশি ভালো? কর্কট/ Cancer রাশিফল Rashifal বিদেশে ব্যবসা বা চুক্তি সংক্রান্ত লাভের সম্ভাবনা। পারিবারিক ব্যয় বাড়বে। রাতে শুভ সংবাদ পেতে পারেন। শুভ সংখ্যা: ২৯ আরও পড়ুন- ওজন কমাতে হাঁটছেন, জানেন হাঁটার গতি কেমন হওয়া উচিত? বিস্তারিত জানুন এখানে সিংহ/ Leo রাশিফল Rashifal চাকরিজীবীদের বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা। বন্ধুর সাহায্যে নতুন কাজের সুযোগ আসবে। রাতে ব্যয় বৃদ্ধি। শুভ সংখ্যা: ৪৩ কন্যা/ Virgo রাশিফল Rashifal কর্মক্ষেত্রে উচ্চপদস্থের সহায়তা পাবেন। বিদেশে যাত্রার সুযোগ আসতে পারে। রাতে ব্যয়ের পরিমাণ বাড়বে। শুভ সংখ্যা: ৭১ তুলা/ Libra রাশিফল Rashifal আজ ভাগ্যোন্নতির দিন। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সাফল্য আসবে। রাতে সামাজিক কাজে সম্মান লাভের যোগ আছে। শুভ সংখ্যা: ৫৬ বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন। আর্থিক চাপে পড়তে পারেন। সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নিলে ভালোভাবে ভাবুন। রাতে বিদেশ ভ্রমণের যোগ। শুভ সংখ্যা: ১১ ধনু/ Sagitarious রাশিফল Rashifal অংশীদারী ব্যবসায় লাভ হবে। দাম্পত্য জীবনে আনন্দ বৃদ্ধি পাবে। রাতে আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। শুভ সংখ্যা: ৩৫ মকর/ Capricorn রাশিফল Rashifal কর্মক্ষেত্রে সহকর্মীদের সহায়তা পাবেন। দাম্পত্য জীবনে সমস্যা কমবে। রাতে রোজগারে অগ্রগতি। শুভ সংখ্যা: ৪৮ কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal ক্রীড়াবিদ ও শিল্পীদের জন্য শুভ দিন। নতুন সুযোগের সম্ভাবনা। রাতে কিছু অপ্রত্যাশিত সংবাদ পেতে পারেন। শুভ সংখ্যা: ৫৪ মীন/ Pisces রাশিফল Rashifal আত্মীয়ের সাহায্যে ভাগ্যোন্নতি। প্রেমে সাফল্য আসবে। রাতে সন্তানের সঙ্গে সময় কাটাতে পারেন। শুভ সংখ্যা: ৪৪ আজ জন্ম হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক (Scorpio), প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। শুভ সংখ্যা: ১, ০, ১৯, ২৮। শুভ বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রুবি ও রক্তপ্রবাল। শুভ রং: লাল ও কমলা।
সপ্তাহের শুরুতেই কপালে কী রয়েছে? জেনে নিন রাশিফল
Horoscope Today on 10 November 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
Strong Thighs and Longevity: এই দুটি নির্দিষ্ট যোগব্যায়ামে বাড়ে আয়ু! কেন বলা হচ্ছে এমন কথা?
Strong Thighs and Longevity: যোগব্যায়ামের নানা উপকার রয়েছে। কিন্তু, যোগব্যায়ামে আয়ুও বাড়ে, এটা কি জানতেন? এক গবেষণায় কিন্তু দেখা গিয়েছে যে নির্দিষ্ট দুটি যোগাসনে বাড়ে আয়ুর মেয়াদ। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের মতো, উরুও স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক। এক বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে— যাঁদের উরুর পেশী শক্তিশালী, তাঁদের হৃদরোগ, ডায়াবেটিস এবং অন্যান্য শারীরিক জটিলতায় মৃত্যুর ঝুঁকি কম থাকে। আর, তাই উরু শক্তিশালী রাখলে বাড়ে আয়ু। দুটি যোগাসন উরু শক্তিশালী রাখতে বিরাট ভূমিকা নিয়ে থাকে। জানুন কীভাবে বাড়াবেন উরুর জোর! আরও পড়ুন- খুব চুল পড়ছে? দূর করুন এই ৫ ভিটামিনের সমস্যা, চুল হবে ঘনকালো ও মসৃণ! শক্তিশালী উরু শুধু হাঁটা বা দৌড়ানোতেই নয়, বরং শরীরের ভারসাম্য, রক্তসঞ্চালন এবং সামগ্রিক শক্তি বৃদ্ধিতেও ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশীর ক্ষয় (muscle loss) ঘটে, তাই উরু শক্তিশালী রাখা মানেই দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য বজায় রাখা। যোগব্যায়াম শরীরের ভেতর থেকে পেশীকে সক্রিয় করে। প্রতিদিন কয়েক মিনিটের যোগচর্চা উরুর পেশিকে দৃঢ় করে এবং রক্তসঞ্চালন উন্নত করতে সাহায্য করে। এখানে দুটি সহজ যোগাসনের কথা তুলে ধরা হল, যা উরু শক্তিশালী করার পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গকেও শক্তিশালী রাখে। আরও পড়ুন- শীতে প্রচুর মেলে, সবগুলোই উপকারি, কিন্তু আমলকি নাকি অ্যাভোকাডো আপনার জন্য কোনটা বেশি ভালো? ১. উৎকটাসন (Chair Pose / বসার ভঙ্গি) উৎকটাসন এমন একটি আসন, যেখানে মনে হয় আপনি একটি অদৃশ্য চেয়ারে বসে আছেন। এটি উরু, নিতম্ব, পিঠ ও পেটের পেশিগুলিকে সক্রিয় করে। পা দুটি নিতম্বের সমান দূরে রাখুন। ধীরে ধীরে হাঁটু বাঁকিয়ে এমনভাবে নিচে নামুন যেন আপনি চেয়ারে বসছেন। শ্বাস নিয়ে দুই হাত ওপরে তুলুন, বাহু ও কান এক সরল রেখায় রাখুন। ২০–৩০ সেকেন্ড অবস্থান ধরে রাখুন, তারপর ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরুন। এতে উরু ও পায়ের পেশি শক্তিশালী হবে। মেরুদণ্ড ও কোর মাংসপেশি সক্রিয় হবে। রক্তসঞ্চালন ও হজম উন্নত হবে। আরও পড়ুন- ওজন কমাতে হাঁটছেন, জানেন হাঁটার গতি কেমন হওয়া উচিত? বিস্তারিত জানুন এখানে ২. দেবী ভঙ্গি (Goddess Pose) দেবী ভঙ্গি (Goddess Pose) একটি প্রশস্ত স্কোয়াট ভঙ্গি, যা উরু, নিতম্ব ও পেলভিক অঞ্চলে শক্তি বৃদ্ধি করে। তাড়াসনে দাঁড়িয়ে পা তিন ফুট দূরে রাখুন। হাঁটু বাঁকিয়ে নীচু হোন, যেন অদৃশ্য আসনে বসে আছেন। ভারসাম্য রাখুন, হাঁটু যেন পায়ের সামনে না আসে। দুই হাত ওপরে তুলুন, দৃষ্টি সামনের দিকে রাখুন। ওই অবস্থায় ২০–৩০ সেকেন্ড ধরে থাকুন, তারপর ধীরে উঠুন। এই ব্যায়াম উরু ও নিতম্ব শক্তিশালী করে। রক্তসঞ্চালন বৃদ্ধি করে। নারীদের সন্তানধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং পেলভিক পেশি উন্নত করে। আরও পড়ুন- সকালে দেরিতে ঘুম থেকে উঠছেন? শরীরে কী ভয়ঙ্কর প্রভাব ফেলছে, জেনে নিন চিকিৎসকের থেকে শক্তিশালী উরু কেবল সৌন্দর্যের নয়, দীর্ঘায়ুরও প্রতীক। প্রতিদিন কয়েক মিনিটের যোগব্যায়াম, বিশেষ করে উৎকটাসন ও দেবী ভঙ্গি, আপনার উরুকে শক্তিশালী করবে এবং শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে।
১০ নভেম্বর রাশিফল: কর্মক্ষেত্রে সাফল্য পাবেন তুলা রাশির জাতক-জাতিকারা! কেমন কাটবে অন্যদের?
জেনে নিন আজকের রাশিফল।
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
সোমেই এসএসসি দুর্নীতি মামলার অষ্টম সাক্ষ্যগ্রহণ, পার্থর জেলমুক্তি সময়ের অপেক্ষা!
সুপ্রিম কোর্ট পার্থর জামিনের শর্তে বলেছিল, ১৪ নভেম্বরের মধ্যে তিন মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে হবে।

24 C