পাঁচ রাজ্যের ভোটের মুখে জনমুখী বাজেট? আগেই সর্বদল বৈঠক ডাকল সরকার
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধিবেশনের সূচনা উপলক্ষে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। বহুদিন পরে রবিবার পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। এই নিয়ে টানা নবম বার দেশের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন।
Republic Day 2026: এবছর আইপিএলে প্রায় একই ধরণের রোবটিক কুকুর দেখা গেলেও সেটির কাজ ছিল নেহাতই দৃশ্য ক্যামেরা-বন্দি করা। কিন্তু 'এই কোয়াড্রা-লেগড' বা চারপেয়েরা খেলনা নয়। যেমন ভয়ঙ্কর, তেমনই খুনী প্রকৃতির। প্রত্যেকের পিঠে মাউন্টেড রাইফেল।
বাংলাদেশের বয়কটে ‘ধাক্কা’ইডেনের! ফেরত হবে টিকিটের দাম, কী জানাল সিএবি?
গ্রুপ পর্বে এবার এমনিতেই কোনও বড় ম্যাচ নেই। সুপার এইটে ভারতের একটা ম্যাচ পেয়েছে ইডেন।
দিনের পর দিন মনের মধ্যে রাগ চেপে রেখেছেন? জানেন কি ক্ষতি হতে পারে?
দিনের পর দিন মনের মধ্যে রাগ চেপে রেখেছেন? কারও ওপর রাগলেও কিছুতেই তাকে না বলে সেই রাগ নিজের ওপরেই বার করছেন? জানেন একাধিক গবেষণা কি বলছে? রাগ চেপে রাখার অভ্যাস থেকে ধীরে ধীরে অ্যাংজাইটি, বিষণ্ণতা, প্যানিক অ্যাটাক হঠাৎ অতিরিক্ত রাগ বিস্ফোরণ, এর মতো সমস্যা তৈরি হতে পারে।
খুন নয় আত্মহত্যাই, নিশ্চিত করল পুলিশ, বেলডাঙ্গা হিংসা নিয়ে গভীর ষড়যন্ত্র দেখছে বিজেপি
ঝাড়খণ্ডে গত সপ্তাহে বাংলার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙায় যে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়েছিল, সেই পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ আত্মহত্যাই করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। মৃত শ্রমিকের ময়নাতদন্ত রিপোর্ট এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের তদন্তে খুন বা কোনও ধরনের ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি বলে স্পষ্ট করা হয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের এক বিবৃতিতে শনিবার জানানো হয়েছে, আলাউদ্দিন শেখের মৃত্যুর পর তদন্তের অংশ হিসেবে এক সাব-ইন্সপেক্টর ঝাড়খণ্ডের পালামুতে গিয়েছিলেন। সেখানে ওই এলাকায় বসবাসকারী ৮ থেকে ১০ জন বাঙালি পরিযায়ী শ্রমিকের বয়ান নেওয়া হয়। তবে তাঁদের কেউই খুনের কোনও ষড়যন্ত্রের কথা উল্লেখ করেননি বলে জানিয়েছে পুলিশ। আরও পড়ুন- ফিরল খোকন দাস হত্যার স্মৃতি, বাংলাদেশে জীবন্ত পুড়িয়ে মারা হল চঞ্চলকে, ফের প্রশ্নে হিন্দু সুরক্ষা পুলিশ আরও জানিয়েছে, যিনি সিলিং ফ্যান থেকে আলাউদ্দিনের দেহ নামিয়েছিলেন, সেই কাসিম শেখের বয়ানও নেওয়া হয়েছে। তিনিও খুন বা অস্বাভাবিক কোনও ঘটনার ইঙ্গিত দেননি। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে ‘অ্যান্টে-মর্টেম হ্যাঙ্গিং’ উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, মৃতদেহে কোনও আঘাত, ক্ষত, ফ্র্যাকচার বা মারধরের চিহ্ন পাওয়া যায়নি। উল্লেখ্য, ৩০ বছর বয়সী আলাউদ্দিন শেখের মৃত্যুকে ঘিরে গত ১৬ জানুয়ারি মুর্শিদাবাদের বেলডাঙায় ব্যাপক অশান্তি ছড়ায়। বহু মানুষ রাস্তায় নেমে রেললাইন ও জাতীয় সড়ক অবরোধ করেন, যার জেরে কয়েক ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত হয়। আরও পড়ুন- বিস্তর টালবাহানার পর মনিরুলের বিরুদ্ধে এবার FIR দায়ের, বিরাট বিপাকে তৃণমূলের দাপুটে বিধায়ক এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবি করেছিল, ভিন্রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করেই হামলার ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তদন্তের আবেদন জানান। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। বিজেপির দাবি, বেলডাঙার হিংসা ছিল পূর্বপরিকল্পিত। বিজেপি নেতা অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেন, এই অশান্তি স্বতঃস্ফূর্ত নয় এবং এর নেপথ্যে রাজনৈতিক স্বার্থ রয়েছে। তাঁর প্রশ্ন, কারা উপকৃত হল এবং কেন প্রশাসন সময়মতো পদক্ষেপ নিল না। আরও পড়ুন- নেতাজীর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আবেদনে কী জানিয়েছেন মোদী? ভোটের আগে বিরাট তথ্য ফাঁস যদিও বিজেপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বলেন, প্রশাসনের উচিত ছিল ১৬ জানুয়ারিতেই স্পষ্ট করে বলা যে মৃত্যুটি আত্মহত্যা। তাঁর প্রশ্ন, প্রশাসনের এই দেরি কার স্বার্থে। এদিকে, মৃত আলাউদ্দিন শেখের বাবা এখনও আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ। তাঁর দাবি, ছেলের দেহে আঘাতের চিহ্ন ছিল। প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষত বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ তুলে সাম্প্রতিক মাসগুলিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, এই ধরণের ঘটনা বাঙালি পরিচয় ও ভাষার উপর আক্রমণেরই সামিল। আরও পড়ুন- সুপ্রিম নির্দেশ মেনে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের, আপনার নাম নেই তো? কীভাবে জানবেন?
এবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে SIR শুনানিতে তলব, রবিতেই হাজিরার নির্দেশ
২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল শশী পাঁজার। এনুমারেশন ফর্মেও যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়েছেন তিনি। তা সত্ত্বেও হিয়ারিংয়ে ডাক পেয়ে বিরক্ত মন্ত্রী।
এই আত্মত্যাগের বীজ বপন হয়েছিল আরও পঞ্চাশ বছর আগে। পঞ্চম গুরু গুরু অর্জন দেব জি-কে মুঘল সম্রাট জাহাঙ্গির গ্রেফতার করে ইসলাম গ্রহণে বাধ্য করতে চেয়েছিলেন। অস্বীকার করায় তাঁকে নির্মমভাবে শহিদ করা হয়।
ফিরল খোকন দাস হত্যার স্মৃতি, বাংলাদেশে জীবন্ত পুড়িয়ে মারা হল চঞ্চলকে, ফের প্রশ্নে হিন্দু সুরক্ষা
বাংলাদেশের নরসিংদীতে মর্মান্তিক হত্যাকাণ্ড। হিন্দু যুবককে পুড়িয়ে মারার অভিযোগ। জানা গিয়েছে ২৩ বছর বয়সী ওই হিন্দু যুবকের নাম চঞ্চল ভৌমিক। তাকে গ্যারেজের ভেতরে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাতের ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। আরও পড়ুন- নেতাজীর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আবেদনে কী জানিয়েছেন মোদী? ভোটের আগে বিরাট তথ্য ফাঁস স্থানীয় সূত্রে খবর, চঞ্চল ভৌমিক নরসিংদী পুলিশ লাইনের কাছে মসজিদ মার্কেট এলাকার একটি গ্যারেজে কাজ করতেন এবং নিয়মিত সেখানেই ঘুমাতেন। গভীর রাতে একজন অজ্ঞাত ব্যক্তিরা গ্যারেজের শাটার বন্ধ করে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আগুন শাটারের বাইরে থেকে শুরু হয়ে দ্রুত ভেতরে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা দীর্ঘক্ষণ গ্যারেজের বাইরে দাঁড়িয়ে ছিলেন, নিশ্চিত হওয়ার জন্য যে চঞ্চলের মৃত্যু হয়েছে। এরপর তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দমকলকে খবর দেন। দমকলকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গ্যারেজের ভেতর থেকে চঞ্চল ভৌমিকের দগ্ধ দেহ উদ্ধার করা হয়। আরও পড়ুন- সুপ্রিম নির্দেশ মেনে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের, আপনার নাম নেই তো? কীভাবে জানবেন? চঞ্চল ভৌমিক কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামের প্রয়াত খোকন চন্দ্র ভৌমিক এবং প্রমিতা রানী ভৌমিকের একমাত্র উপার্জনকারী সন্তান ছিলেন। বাবার মৃত্যুর পর চঞ্চলের উপার্জনেই চলত পরিবার। পরিবারে রয়েছে অসুস্থ মা,প্রতিবন্ধী বড় ভাই এবং ছোট ভাই রয়েছেন। চঞ্চল গত ৬ বছর ধরে নরসিংদীতে গ্যারেজে কাজ করতেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চঞ্চলের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। গ্যারেজ মালিক এবং স্থানীয়রা মনে করছেন, হত্যার পেছনে ব্যক্তিগত উদ্দেশ্য নয়, সম্ভবত ধর্মীয় উদ্দেশ্য থাকতে পারে। তবে এখনও পুলিশ আনুষ্ঠানিকভাবে হত্যার উদ্দেশ্য নিশ্চিত করেনি। আরও পড়ুন- বিস্তর টালবাহানার পর মনিরুলের বিরুদ্ধে এবার FIR দায়ের, বিরাট বিপাকে তৃণমূলের দাপুটে বিধায়ক বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণের ঘটনা ঘটছে। গত ডিসেম্বরের শেষ দিকে শরীয়তপুর জেলায় ৫০ বছর বয়সী ব্যবসায়ী খোকন দাসকেও জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল। ক্রমবর্ধমান সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নিন্দা ও উদ্বেগের জন্ম দিয়েছে, এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্ন নতুন করে ইউনূসের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
হয়তো খুব তাড়াতাড়িই মিলবে চাঁদের জমি
সুমন ভট্টাচার্য আমাদের প্রেসিডেন্সি কলেজের সিনিয়ার, অচ্যুত মণ্ডল, দিল্লি বিশ্ববিদ্যালয়ের যশস্বী অধ্যাপক, যিনি অকালে মারা যান, তাঁর কবিতার বিখ্যাত লাইন ছিল ‘অটোতে চড়ে চাঁদে যাব’। অচ্যুতদা দেখে যেতে পারলেন না, সত্যিই হয়তো চাঁদে যাওয়াটা অটোয় চড়ার মতোই স্বাভাবিক হয়ে যাবে। আমার মেয়ে মাইক্রো বায়োলজি নিয়ে পড়ার পর আর ভারতবর্ষে কোনও সম্পত্তির খোঁজ করছে না। […] The post হয়তো খুব তাড়াতাড়িই মিলবে চাঁদের জমি appeared first on Uttarbanga Sambad .
কাজিকে বিয়ের পর অভিনয়ে সন্ন্যাস! ‘পরপুরুষ’বসিরের সঙ্গে ছবি তুলতেও আপত্তি, ভাইরাল ভিডিওয় বিতর্কে সানা
২০২০ সালের ৮ অক্টোবর আচমকাই গ্ল্যামার দুনিয়া ছাড়ার কথা সোশাল মিডিয়ায় জানান সানা।
History of spirituality and valor of Sikh Guru: চতুর্থ গুরু হিসাবে বরাবরই শোনা যায় রাম দাস জি-র কথা। তাঁর হাত ধরেই পবিত্র অমৃতসর শহর এবং ‘অমৃত সরোবরের’ প্রতিষ্ঠা হয়। তিনি শিখ বিবাহ রীতি ‘লাবণ’ এবং আর্তমানবতার সেবায় সম্পদ সংগ্রহের জন্য ‘মসন্দ’ প্রথা চালু করেন, যা শিখ ঐতিহ্যকে এক বিশেষ বিশ্বজনীন পরিচয় দান করে।
Bangladesh: বাংলাদেশে আবার হিন্দু হত্যা, দোকানে শাটার টেনে জীবন্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা
Hindu Youth Death in Bangladesh: শুক্রবার রাতে ওই যুবক ঘুমিয়ে ছিলেন দোকানের ভিতরে। এমন সময় দুষ্কৃতীরা এসে দোকানের শাটার টেনে, পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। জ্বলন্ত অবস্থায় দোকানের ভিতর চিৎকার করতে থাকেন ওই যুবক, কিন্তু শাটার বাইরে থেকে বন্ধ থাকায় ওই যুবক বেরিয়ে আসতে পারেননি।
ভ্রমণ ডলফিন হলিডেস্ (জলপাইগুড়ি) হিমাচল + অমৃতসর 20/3, কাশ্মীর 1/4, অরুণাচল+কাজিরাঙা 3/4, লে-লাদাখ 21/5, দুবাই-আবুধাবি 7/3, আন্দামান ও ভুটান ফেব্রুয়ারি থেকে যে কোনও দিন। 9733373530. The post Classified | শ্রেণিবদ্ধ appeared first on Uttarbanga Sambad .
ফাঁস প্রায় ১৫ কোটি ইউজারের মেল-ফেসবুক-ইনস্টাগ্রাম পাসওয়ার্ড, প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট
ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল, নেটফ্লিক্স। একের পর এক অনলাইন পরিষেবা ও প্ল্যাটফর্ম আক্রান্ত! ফাঁস একের পর এক গ্রাহকের পাসওয়ার্ড।
এসআইআর আতঙ্ক! বাংলাদেশে থেকে এসে ‘ভুয়ো বাবা’র নামে ভোটার কার্ড, তুঙ্গে শোরগোল
ফাঁসিদেওয়া : এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই অন্যকে বাবাকে দেখিয়ে ভোটার কার্ডে নাম তোলার অভিযোগ উঠল শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের লিম্বুটারি এলাকায়। অভিযোগ, হরেন রায় নামে এক ব্যক্তি প্রায় বছর ২০ আগে বাংলাদেশ থেকে এসে স্থানীয় ডিকারু রায়কে বাবা দেখিয়ে এদেশে বসবাস শুরু করেছেন। এসআইআর-এর কাজ শুরু হতেই বিডিও অফিসে গিয়ে ডিকারু […] The post এসআইআর আতঙ্ক! বাংলাদেশে থেকে এসে ‘ভুয়ো বাবা’র নামে ভোটার কার্ড, তুঙ্গে শোরগোল appeared first on Uttarbanga Sambad .
পাত্র চাই আলিপুরদুয়ার, কায়স্থ, পিতা-Ex. Rly. Officer, 32/5′-1″, B.Com.(H), সুশ্রী কন্যার জন্য প্রতিষ্ঠিত ভালোমনের পাত্র কাম্য। (M) 7797459196 (5 P.M. – 10 P.M.). The post Matrimonial | পাত্র পাত্রী appeared first on Uttarbanga Sambad .
Palash Muchchal: স্মৃতি মান্ধানা সংযোগে বিতর্ক, আইনি পথে হাঁটলেন পলাশ মুছল, কোটি টাকার...
Palash Muchchal: ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা, স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে বাতিল হওয়ার পর থেকেই, বারবার বিতর্কে জড়াচ্ছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা পলাশ মুছল। সম্প্রতি তাঁর বিরুদ্ধে, ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলে নতুন করে শোরগোল ফেলে দেন মারাঠি অভিনেতা ও প্রযোজক বিদ্যন মানে। তবে এবার সেই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর বলে দাবি করে, বিদ্যনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন পলাশ। তিনি জানিয়েছেন, বিদ্যন মানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পলাশ লেখেন, “আমার আইনজীবী শ্রেয়াংশ মিথারে সাঙ্গলি নিবাসী বিদ্যন মানেকে মিথ্যা, আপত্তিকর এবং অত্যন্ত মানহানিকর অভিযোগের জন্য ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন।” তাঁর বক্তব্য অনুযায়ী, এই অভিযোগগুলি পরিকল্পিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। ‘কিং’ গর্জন করতে আসছে! শাহরুখ খানের নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষণা উল্লেখ্য, সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সি বিদ্যন মানে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার পুলিশের কাছে পলাশ মুছলের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৫ ডিসেম্বর সাঙ্গলিতে তাঁদের প্রথম সাক্ষাৎ হয়। সেই সময় বিদ্যন চলচ্চিত্র প্রযোজনায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলে পলাশ তাঁকে নিজের আসন্ন প্রজেক্ট ‘নাজারিয়া’-য় বিনিয়োগের প্রস্তাব দেন। বিদ্যনের দাবি, স্মৃতি মান্ধানার বাবার মাধ্যমে তাঁর সঙ্গে পলাশের পরিচয় হয়েছিল। অভিযোগ অনুযায়ী, পলাশ আশ্বাস দেন, যে ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির পর, ১২ লক্ষ টাকা লাভ পাওয়া যাবে। পাশাপাশি ছবিতে একটি চরিত্রে, অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। এই আশ্বাসে বিশ্বাস করে, বিদ্যন ধাপে ধাপে, মোট ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেন বলে অভিযোগ। Republic Day 2026: বন্দে মাতরমের ১৫০ বছরে বিশেষ সঙ্গীত, রিপাবলিক ডে প্যারেডে কীরাভানি ও বনশালির যুগলবন্দী তবে পরবর্তীতে প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় এবং টাকা ফেরত না পাওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন। যদিও পলাশ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও তথ্যগতভাবে ভুল। তিনি স্পষ্ট জানান, আইনি পথেই এই বিষয়টির কঠোর মোকাবিলা করা হবে।
Prasanta Barman |প্রভাবশালী বন্ধুই রক্ষাকবচ, প্রশান্তর দায় ঝাড়ছেন নেতারা
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অমান্য করে কোথায় পালিয়ে গেলেন স্বর্ণ কারিগর স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের পর দেহ লোপাটের চেষ্টায় অভিযুক্ত ‘বিডিও’ প্রশান্ত বর্মন? এই প্রশ্নই এখন রাজ্য পুলিশ ও প্রশাসনের অন্দরে ঘুরপাক খাচ্ছে। আত্মসমর্পণ না করায় প্রশান্তকে (Prasanta Barman) গ্রেপ্তার করতেই হবে পুলিশকে। প্রশান্ত ইস্যুতে তাদের নিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন […] The post Prasanta Barman | প্রভাবশালী বন্ধুই রক্ষাকবচ, প্রশান্তর দায় ঝাড়ছেন নেতারা appeared first on Uttarbanga Sambad .
পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক। তিনি কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। কিন্তু কয়েকবছর ধরে কর্মসূত্রে নরসিংদীতে বাস করছিলেন। মসজিদ বাজার এলাকার কাছে একটি গ্যারেজে তিনি কাজ করতেন।
আজই সিরিজ জয় চাইছে ভারত, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বস্তি সূর্যর ফর্মে ফেরা
ওয়ানডে সিরিজ হারের পর প্রবল চাপে পড়ে গিয়েছিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটো ম্যাচে জয়, কিছুটা হলেও চাপ কমিয়েছে। শুধু জয় নয়, গম্ভীরকে আরও বেশি স্বস্তি দেবে অধিনায়ক সূর্যকুমার যাদবের ছন্দে ফেরা।
Neem Tulsi Honey Benefits: প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, প্রকৃতির দেওয়া কিছু উপাদান সঠিক সময়ে এবং সঠিকভাবে গ্রহণ করলে তা ওষুধের থেকেও বেশি কার্যকর হতে পারে। নিম, তুলসী এবং মধু—এই তিনটি উপাদান ঠিক তেমনই এক একটি শক্তিশালী প্রাকৃতিক উপহার। আলাদা আলাদা ভাবে এদের উপকারিতা আমরা অনেকেই জানি, কিন্তু এই তিনটি একসাথে খালি পেটে খেলে শরীরে যে পরিবর্তন আসে, তা অনেকেরই অজানা। নিমকে আয়ুর্বেদে বলা হয়, 'রোগনাশক বৃক্ষ'। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তুলসী শুধু ধর্মীয়ভাবে নয়, চিকিৎসাবিজ্ঞানের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। এটি একটি প্রাকৃতিক অ্যাডাপ্টোজেন, যা শরীর ও মনের ভারসাম্য বজায় রাখে। অন্যদিকে মধু প্রাকৃতিক শক্তির ভাণ্ডার, যা শরীরকে হাইড্রেট রাখে এবং দ্রুত এনার্জি দেয়। প্রতিদিন সকালে প্রতিদিন সকালে খালি পেটে নিম-তুলসী এবং মধু একসঙ্গে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। সর্দি-কাশি, ফ্লু কিংবা মৌসুমি সংক্রমণের বিরুদ্ধে শরীর সহজেই লড়াই করতে পারে। বিশেষ করে যারা বারবার ঠান্ডা লাগা বা গলা ব্যথার সমস্যায় ভোগেন, তাঁদের জন্য এই অভ্যাস অত্যন্ত উপকারী। আরও পড়ুন- আপনার প্রস্রাবে কি তীব্র গন্ধ? উপেক্ষা নয়, চিনে নিন কোন রোগের লক্ষণ এই মিশ্রণটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। নিম রক্ত ও ত্বক পরিষ্কার করে, তুলসী লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং মধু শরীরের কোষগুলিকে হাইড্রেট করে। এর ফলে শরীরের ভেতরের জমে থাকা টক্সিন ধীরে বেরিয়ে যায়, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। আরও পড়ুন- গমের রুটি বানানোর আগে এই ৫টি জিনিস মেশান, ওজন কমবে দ্রুত হজমশক্তি উন্নত করার ক্ষেত্রেও নিম-তুলসী-মধুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি পেটে এটি খেলে অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া সক্রিয় হয় এবং বদহজম, গ্যাস কিংবা অ্যাসিডিটির সমস্যা অনেকটাই কমে। নিয়মিত সেবনে পেট পরিষ্কার থাকে এবং খাবারের পুষ্টিগুণ শরীরে ভালোভাবে শোষিত হয়। আরও পড়ুন- নতুন করে সুস্থ জীবনের শুরু, ৫০ মানেই শেষ নয়, চিকিৎসক জানালেন প্রতিদিন কী দরকার গলা ব্যথা, কাশি কিংবা শ্বাসকষ্টের সমস্যায় এই প্রাকৃতিক মিশ্রণটি বেশ কার্যকর। তুলসী শ্বাসনালীর প্রদাহ কমায়, নিম জীবাণু ধ্বংস করে এবং মধু গলার শুষ্কতা দূর করে। তাই সকালে এটি খেলে শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। আরও পড়ুন- এবছর ৭৭ না ৭৮তম প্রজাতন্ত্র দিবস? ত্বকের যত্নের ক্ষেত্রেও এই অভ্যাসের আলাদা গুরুত্ব রয়েছে। ব্রণ, ফুসকুড়ি বা দাগছোপের সমস্যা কমাতে নিম ও তুলসী ভেতর থেকে কাজ করে। মধু ত্বককে ময়েশ্চারাইজ করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত সেবনে ত্বক পরিষ্কার ও সতেজ দেখাতে শুরু করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও এই মিশ্রণ উপকারী। নিম ও তুলসী ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করতে সাহায্য করে। মধু পরিমিত পরিমাণে গ্রহণ করলে পরিশোধিত চিনির তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে কাজ করে। মুখ ও মাড়ির স্বাস্থ্যের ক্ষেত্রেও এর ভূমিকা কম নয়। নিম ও তুলসী মুখের ব্যাকটেরিয়া নষ্ট করে দুর্গন্ধ ও মাড়ির সংক্রমণ কমাতে সাহায্য করে। মধু মুখের ঘা সারাতে সহায়তা করে। মানসিক চাপ ও উদ্বেগ কমানোর ক্ষেত্রেও তুলসীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কর্টিসল হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে মন শান্ত থাকে। নিম স্নায়ুকে শিথিল করে এবং মধু শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়। ওজন কমাতে চাওয়া মানুষের জন্যও এই অভ্যাস সহায়ক হতে পারে। এটি বিপাকক্রিয়া উন্নত করে এবং অপ্রয়োজনীয় খাওয়ার প্রবণতা কমায়। পাশাপাশি রক্ত পরিশোধনের মাধ্যমে শরীরের ভেতরের ভারসাম্য ঠিক রাখে এই খাবারগুলো।
Bangladesh |বাংলাদেশে অব্যাহত সংখ্যালঘু নিধন! নরসিংদীতে হিন্দু তরুণকে পুড়িয়ে মারার অভিযোগ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা থামার লক্ষণ নেই (Bangladesh)। এবার নরসিংদীতে ২৩ বছর বয়সি এক হিন্দু তরুণকে গ্যারেজের ভেতর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল (Burnt to death)। মৃত তরুণের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক। পরিবারের দাবি, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় ওপার বাংলার সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি […] The post Bangladesh | বাংলাদেশে অব্যাহত সংখ্যালঘু নিধন! নরসিংদীতে হিন্দু তরুণকে পুড়িয়ে মারার অভিযোগ appeared first on Uttarbanga Sambad .
শামির ‘পাঞ্জায়’সার্ভিসেসের বিরুদ্ধে দাপুটে জয়, বোনাস পয়েন্ট নিয়ে জিতে রনজির নক আউটে বাংলা
মহম্মদ শামি, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমারদের গতির আগুনে ছারখার হয়ে গেল সার্ভিসেসের ব্যাটিং। শনিবারই লক্ষ্মীরতন শুক্লর দলের জয়ের দেওয়াল লিখন স্পষ্ট ছিল। রবি-সকালে কল্যাণীতে দ্রুত সার্ভিসেসের বাকি দুই উইকেট ফেলে ম্যাচ জিতে নেয় তাঁরা।
২৫-৩১ জানুয়ারি, ২০২৬: স্বার্থান্বেষী সহকর্মীদের থেকে দূরে থাকুন মেষ রাশি, অন্যদের ভাগ্যে কী?
দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
রাজ্যে এসআইআর নিয়ে তোলপাড়ের মধ্যেই শুনানিতে ডাক পেলেন দাপুটে মন্ত্রী, দুপুরেই হাজিরা
রাজ্যে এসআইআর নিয়ে তোলপাড়ের মধ্যেই শুনানিতে ডাক পেলেন দাপুটে মন্ত্রী শশী পাঁজা। তিনি জানিয়েছেন কমিশনের তরফে তিনি শুনানির নোটিস পেয়েছেন। আজ রবিবার দুপুর ২টো নাগাদ কেশব অ্যাকাডেমিতে শুনানিতে হাজিরা দেবেন বলেও জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। কমিশনের তরফে জানা গিয়েছে এসআইআর ফর্মে নথি সংক্রান্ত কিছু সমস্যা হওয়ায় তলব করা হয়েছে রাজ্যের এই দাপুটে মন্ত্রীকে। এর আগে রাজ্যে এসআই চলাকালীন তলব করা হয়েছে একাধিক হেভিওয়েটকেই। যাকে কেন্দ্র করে বারে বারে কমিশনকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম নির্দেশ মেনে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের, আপনার নাম নেই তো? কীভাবে জানবেন? পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়া “অতিরিক্ত তাড়াহুড়ো করে” চালানো হচ্ছে, যার ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বহু ভোটার তাঁদের যোগ্যতা প্রমাণের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না। এর ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করেন। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৯২ বছর বয়সী অমর্ত্য সেন বলেন, “যথেষ্ট সময় নিয়ে এবং সতর্কতার সঙ্গে ভোটার তালিকার পর্যালোচনা করা হলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভালো হতে পারে। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যা হচ্ছে, তা মোটেই সেই রকম নয়।” তাঁর মতে, এই ধরনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যথাযথ সময় ও যত্ন নিয়ে হওয়া উচিত। বিস্তর টালবাহানার পর মনিরুলের বিরুদ্ধে এবার FIR দায়ের, বিরাট বিপাকে তৃণমূলের দাপুটে বিধায়ক অমর্ত্য সেনের দাবি, SIR প্রক্রিয়া অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে সম্পন্ন করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ ভোটার হিসেবে তাঁদের যোগ্যতা প্রমাণের জন্য নথিপত্র জমা দেওয়ার পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। তাঁর কথায়, “এটি শুধু ভোটারদের প্রতি অন্যায় নয়, ভারতীয় গণতন্ত্রের প্রতিও অবিচার।” উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের আওতায় শুনানি শুরু হয় গত বছরের ডিসেম্বর মাসে। সেই সময় নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছিলেন, প্রায় ৩২ লক্ষ ‘আনম্যাপড’ ভোটার যাঁরা ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও যোগসূত্র প্রমাণ করতে পারেননি প্রথম পর্যায়ে শুনানির জন্য ডাকা হবে। এই প্রক্রিয়া ঘিরে বিতর্ক আরও বেড়ে যায় যখন চলতি মাসের শুরুতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, নির্বাচন কমিশন অমর্ত্য সেনকেও SIR শুনানির নোটিস পাঠিয়েছে। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ বা তথাকথিত তথ্যগত অসঙ্গতির কারণে তাঁকে শুনানির জন্য ডাকা হয়। অভিযোগ ছিল, তাঁর এবং তাঁর প্রয়াত মা অমিতা সেনের বয়স সংক্রান্ত তথ্যে অসঙ্গতি রয়েছে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অমর্ত্য সেন বলেন, এই প্রক্রিয়ায় সময়ের অভাব স্পষ্ট, এমনকি নির্বাচন কমিশনের আধিকারিকদের মধ্যেও। তাঁর বক্তব্য, “অনেক সময় মনে হয়, নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছেও যথেষ্ট সময় নেই।” তিনি জানান, শান্তিনিকেতন থেকে ভোট দেওয়ার অধিকার নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়, যদিও সেখান থেকেই তিনি আগেও ভোট দিয়েছেন এবং তাঁর নাম, ঠিকানা-সহ সমস্ত তথ্য সরকারি নথিতে রয়েছে। নেতাজীর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আবেদনে কী জানিয়েছেন মোদী? ভোটের আগে বিরাট তথ্য ফাঁস অমর্ত্য সেন আরও বলেন, তাঁর জন্ম গ্রামাঞ্চলে হওয়ায় তাঁর কাছে জন্ম শংসাপত্র নেই, যা ভারতের বহু গ্রামীণ নাগরিকের ক্ষেত্রেই সাধারণ ঘটনা। তবুও ভোটার হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করতে তাঁকে অতিরিক্ত নথিপত্র জমা দিতে হয়েছে। তাঁর মতে, এই ধরনের জটিলতা ও সময়ের চাপ সাধারণ মানুষের জন্য আরও বড় সমস্যার কারণ হয়ে উঠছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে উদ্বেগজনক। এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত বিপুল সংখ্যক ভোটার শুনানিতে হাজির না হওয়ায় উদ্বেগ বাড়ছে নির্বাচন কমিশনের অন্দরে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে তিন লক্ষ আনম্যাপড ভোটার নির্ধারিত সময়ের মধ্যে শুনানিতে উপস্থিত হননি। এই সপ্তাহে আনম্যাপড ভোটারদের জন্য নির্ধারিত প্রথম দফার শুনানির শেষ তারিখ ছিল। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে নির্বাচন কমিশন শুনানির সময়সীমা বাড়িয়ে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে। কমিশনের আশা, বাড়তি সময়ে আরও বেশি সংখ্যক ভোটার তাঁদের নথি ও প্রয়োজনীয় তথ্য নিয়ে হাজির হবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথম ধাপে প্রায় ৩২ লক্ষ ভোটারকে আনম্যাপড হিসেবে চিহ্নিত করা হয়। অভিযোগ, এই ভোটাররা ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নিজেদের কোনও যোগসূত্র প্রমাণ করতে পারেননি। সেই কারণেই তাঁদের শুনানির জন্য ডাকা হয়। কমিশন আধিকারিকদের মতে, এত বড় সংখ্যক ভোটারের অনুপস্থিতি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে জটিল করে তুলছে। একই সঙ্গে, সংশ্লিষ্ট ভোটারদের দ্রুত নির্দিষ্ট শুনানি কেন্দ্রে হাজির হয়ে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন। আরও পড়ুন- ছুটির দিনে ভুলেও কলকাতার এই পথ মাড়াবেন না, দুর্ভোগের শেষ থাকবে না
বাংলায় ‘সাফল্য’, এবার এই মডেলেই গোটা দেশে SIR! ঘোষণা কমিশনের
বাংলা-সহ ১২ রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন করতে গিয়ে প্রায় প্রতিপদে ধাক্কা খেতে হয়েছে নির্বাচন কমিশনকে। সেই এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে লজিক্যাল ডিসক্রিপেন্সি পর্যন্ত বদলেছে হাজারো নিয়ম।
‘বিয়ে ভাঙুক কোনও মহিলাই চান না’, বিচ্ছেদ নিয়ে আচমকা আবেগপ্রবণ সোহেল খানের প্রাক্তন স্ত্রী!
২৪ বছরের সংসার ভেঙে যায় সীমা ও সোহেলের।
Hazur Sahib Nanded: লঙ্গর প্রথা মহারাষ্ট্রে সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। গুরুদ্বারায় সকল শ্রেণির মানুষ একসঙ্গে মাটিতে বসে আহার করেন। এই প্রথা অহংকার ও সামাজিক স্তরভেদ বিলীন হয়ে যায়। নান্দেদের হাজুর সাহিবে প্রতিদিন হাজার হাজার মানুষ লঙ্গরে ভোজন করেন।
Republic Day 2026-Bollywood: প্রথমবারের মতো ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে, ভারতীয় চলচ্চিত্র জগতের প্রতিনিধিত্ব করতে চলেছেন, একজন চলচ্চিত্র পরিচালক। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালি এবারের প্রজাতন্ত্র দিবসে একটি বিশেষ ট্যাবলো উপস্থাপন করবেন। এই ঐতিহাসিক উদ্যোগে, তাঁর সঙ্গে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আগামী ২৬ জানুয়ারি সোমবার দিল্লির কর্তব্য পথে এই ট্যাবলো প্রদর্শিত হবে। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথমবার ভারতীয় সিনেমার একজন প্রকৃত পতাকাবাহক, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশের চলচ্চিত্র শিল্পকে প্রতিনিধিত্ব করবেন। এই সম্মান শুধু সঞ্জয় লীলা বনশালির ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর মতো বহুমুখী ও দৃষ্টিনন্দন চলচ্চিত্র নির্মাতার হাতে, এই দায়িত্ব দেওয়া নিঃসন্দেহে দেশের শিল্প-সংস্কৃতির জন্য গর্বের বিষয়। Kajol in Burdwan: কাজলের মুখেও মমতার স্লোগান, হইচই বর্ধমানে পরিচালক হিসেবে পরিচিত হলেও বনশালি একই সঙ্গে একজন সফল প্রযোজক, চিত্রনাট্যকার, সম্পাদক ও সুরকার। তাঁর ঝুলিতে রয়েছে সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মান। ২০১৫ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ১৯৯৬ সালে ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করার পর থেকে, তিনি একের পর এক যুগান্তকারী ছবি উপহার দিয়েছেন। এদিকে, ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আরও এক বিশেষ মাত্রা যোগ করতে চলেছেন অস্কারজয়ী সুরকার এম এম কীরাভানি। কিংবদন্তি, দেশাত্মবোধক গান ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বার্ষিকী উপলক্ষে, সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে, তিনি এই গ্র্যান্ড প্যারেডের জন্য বিশেষ সংগীত রচনা করছেন। এই অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ২৫০০ শিল্পী অংশ নেবেন, যা এক বিশাল সাংস্কৃতিক সমারোহে রূপ নেবে। কোমরে হাত, গোলাপ ফুলেও ছিল অসম্মান! হেনস্থার শিকার মৌনী রায়! এই দায়িত্ব পেয়ে কীরাভানি সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, ছোটবেলা থেকেই তাঁর বাবা ও গুরু প্রয়াত শিবদত্তের কাছ থেকে কঠোর প্রশিক্ষণ এবং সংগীতের ঐতিহ্যগত শিক্ষা পেয়েছেন, যা তাঁকে এই গুরুদায়িত্ব গ্রহণের আত্মবিশ্বাস দিয়েছে। তাঁর কথায়, ‘বন্দে মাতরম’-এর মতো আইকনিক গানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তাঁর জীবনের এক অনন্য সম্মান। সব মিলিয়ে, এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হতে চলেছে সিনেমা, সংগীত ও জাতীয় আবেগের এক মহাসমারোহ, যা নিঃসন্দেহে দেশের সাংস্কৃতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
ফের কেন্দ্রের সঙ্গে সংঘাত! এখনও জনগণনার বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য
সেক্ষেত্রে ভরা ভোটের মরশুমে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন। তাতে আপত্তি থাকতে পারে রাজ্যের।
এ বিষয়ে কমিশন জানিয়েছে, অমর্ত্য সেন পণ্ডিত মানুষ। নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। সমস্ত অর্থনীতিবিদরাই জানেন, এত বড় একটি কাজ কখনও একশো শতাংশ সঠিকভাবে সম্পন্ন হয় না। আর এটা তো খসড়া তালিকা। ভুল-ভ্রান্তি আছে বলেই তো খসড়া প্রকাশ করা হয়েছে।
ছুটির দিনে ভুলেও কলকাতার এই পথ মাড়াবেন না, দুর্ভোগের শেষ থাকবে না
রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, যা বিদ্যাসাগর সেতু নামেই বেশি পরিচিত। ২৫ জানুয়ারি রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতুতে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। হাওড়া সিটি পুলিশের তরফে ইতিমধ্যেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। সেতু বন্ধ থাকার ফলে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী যানবাহনগুলিকে ঘুরপথে চলাচল করতে হবে। বিকল্প রুট ব্যবহার করার জন্য আগাম প্রস্তুতি নিতে সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। রক্ষণাবেক্ষণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও রক্ষণাবেক্ষণের কাজের জন্য গত ১৪ ডিসেম্বর প্রায় ৮ ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। ফের দীর্ঘ সময়ের জন্য সেতু বন্ধ থাকায় শহরবাসীর যাতায়াতে কিছুটা ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সেতুর কেবল ও বেয়ারিং বদলের কাজের জন্য এই সময়ের মধ্যে সেতুর উপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ থাকছে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থ এবং যান চলাচলের সুবিধার কথা মাথায় রেখেই বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রাখা জরুরি হয়ে পড়েছে। সেতুর মেরামতি ও পুনর্বাসনের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। আরও পড়ুন- সুপ্রিম নির্দেশ মেনে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের, আপনার নাম নেই তো? কীভাবে জানবেন? পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া সিটি পুলিশের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ট্রাফিক ডাইভার্সন পরিকল্পনা করা হয়েছে। সমস্ত সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডকে সেতু বন্ধের সময়সূচি জানিয়ে ব্যানার টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ আগাম সতর্ক হতে পারেন।ডাইভার্সন পরিকল্পনা অনুযায়ী, আলিপুর দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা যানবাহনগুলিকে হেস্টিংস মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে স্ট্র্যান্ড রোড ধরে উত্তর দিকে এগিয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে বলা হবে। আরও পড়ুন- বিস্তর টালবাহানার পর মনিরুলের বিরুদ্ধে এবার FIR দায়ের, বিরাট বিপাকে তৃণমূলের দাপুটে বিধায়ক এছাড়া, জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে কে পি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী সমস্ত যানবাহনকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই যানবাহনগুলিকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সার্কুলার গার্ডেন রিচ রোড দিয়ে সেতুর দিকে আসা ছোট ও ভারী যানবাহনগুলিকেও হেস্টিংস মোড় থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে বিকল্প পথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সার্কুলার গার্ডেন রিচ রোড ধরে সেতুর দিকে আসা ছোট ও ভারী যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বামদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাস থেকেই বিদ্যাসাগর সেতুতে পূর্ণমাত্রায় রক্ষণাবেক্ষণ ও সারাইয়ের কাজ শুরু হয়েছে। সেই কারণেই প্রায় প্রতি সপ্তাহে রবিবার আংশিক সময়ের জন্য সেতু বন্ধ রাখা হচ্ছে এবং যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে। আরও পড়ুন- নেতাজীর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আবেদনে কী জানিয়েছেন মোদী? ভোটের আগে বিরাট তথ্য ফাঁস
‘ভাই’বাংলাদেশের পাশে দাঁড়ালে কঠিন শাস্তি! নকভির পাক বোর্ডকে একঘরে করার ‘হুঁশিয়ারি’আইসিসির
পিসিবি'র 'ব্ল্যাকমেলে'র ভঙ্গিতে রীতিমতো অখুশি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। যার প্রধান জয় শাহ। কী কী শাস্তির কবলে পড়বে পাকিস্তান?
Abhishek Banerjee: কমিশনের কাজে ‘অদৃশ্য’ নজরদারির নির্দেশ অভিষেকের: সূত্র
SIR in Bengal: রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত দু’টি করে মিছিল করতে হবে। একইসঙ্গে বুথ স্তরে তৈরি করতে হবে ‘ভোটরক্ষা কমিটি’। অভিষেকের সাফ কথা, এখন কোনও ‘আত্মতুষ্টির’ সময় নয়, এখন সময় যুদ্ধের। সমস্ত আত্মতুষ্টি ত্যাগ করে আগামী ২২ দিন লড়াইয়ের ময়দানে মাটি কামড়ে পড়ে থাকার কড়া বার্তা অভিষেকের।
Census Questions: গেজেট নোটিফিকেশনে জানানো হয়েছে, জনগণনায় প্রথম ধাপে বাড়ি বাড়ি যাওয়া হবে। মোট ৩৩টি প্রশ্ন করা হবে সকলকে। কী সেই প্রশ্ন, তাও জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ৭ জানুয়ারি যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, তাতে ৩১টি প্রশ্ন ছিল।
Manali |বরফে ঢাকা মানালি এখন নরকযন্ত্রণা! হোটেলের আকাল, ৮ কিমি যানজটে আটকে হাজারো পর্যটক
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা তিন মাসের খরা কাটিয়ে কাঙ্ক্ষিত তুষারপাতের (Snowfall) দেখা মিলতেই পর্যটকদের ঢল নেমেছে হিমাচলপ্রদেশে। কিন্তু সেই আনন্দই এখন বিষাদে পরিণত হয়েছে। পাহাড়ের রানি মানালি (Manali) বর্তমানে কার্যত এক ‘দুঃস্বপ্নে’ পরিণত হয়েছে। একদিকে ৮ কিলোমিটার দীর্ঘ ভয়াবহ যানজট (Traffic Jam), অন্যদিকে কনকনে ঠান্ডায় হোটেলের ঘর না পেয়ে সমস্যায় পড়েছেন হাজার হাজার পর্যটক। […] The post Manali | বরফে ঢাকা মানালি এখন নরকযন্ত্রণা! হোটেলের আকাল, ৮ কিমি যানজটে আটকে হাজারো পর্যটক appeared first on Uttarbanga Sambad .
Hind Di Chadar: সেবাই ধর্ম, ‘হিন্দ-দি-চাদরে’র বিশাল লঙ্গরে লক্ষ লক্ষ মানুষ খেলেন একসঙ্গে
Langar Seva: ‘সকল মানুষ সমান’—এই আদর্শের উপর প্রতিষ্ঠিত এই সেবা ‘হিন্দ-দি-চাদর’ অনুষ্ঠানে আরও বৃহৎ পরিসরে বাস্তবায়িত হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ ভক্ত, সাধু-সন্ত, সাধারণ নাগরিক, স্বেচ্ছাসেবক ও অতিথিদের খাবার খাওয়ানো হচ্ছে।
West Bengal SIR 2025: স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার আওতায় শুনানির নোটিস সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটল কোচবিহারে। শনিবার কোচবিহারের মাথাভাঙা ২ ব্লকের পারাদুবি পঞ্চায়েতের খাতেরবাড়ি এলাকার বাসিন্দা ৬৫ বছরের রহমান বাস্তাদারের মৃত্যু হয়। অভিযোগ, ছেলের ভোটার তালিকা সংক্রান্ত নোটিস ঘিরে মানসিক চাপে পড়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। আরও পড়ুন- ফের হামলার মুখে বন্দে ভারত, হাওড়া আসার পথে পাথর ছোড়ার ঘটনা, তুমুল চাঞ্চল্যে তোলপাড় পরিবার সূত্রে জানা গিয়েছে, রহমানের ছেলে আমিনুরের নামে ভোটার তালিকার তথ্যে অসঙ্গতির কারণে SIR শুনানির নোটিস জারি করা হয়। শনিবার সকালে সেই নোটিস সংগ্রহ করতে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO) চিনুমণি মণ্ডলের সঙ্গে দেখা করতে যান রহমান। নোটিসের কথা জানতে পেরেই তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন বলে দাবি পরিবারের। মৃতের বড় ছেলে হাফিজুল জানান, “আমার বাবার উপর ভীষণ মানসিক চাপ পড়েছিল। ভাইয়ের নামে নোটিস এসেছে শুনে তিনি খুব চিন্তায় পড়ে যান। নোটিস নিতে যাওয়ার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।” চিকিৎসকদের মতে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে রহমান বাস্তাদারের মৃত্যু হয়েছে। আরও পড়ুন- বিস্তর টালবাহানার পর মনিরুলের বিরুদ্ধে এবার FIR দায়ের, বিরাট বিপাকে তৃণমূলের দাপুটে বিধায়ক এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে এক বার্তায় অভিযোগ করেছে, এই মৃত্যু আবারও বিজেপির ‘ভয়ের রাজনীতি’ এবং নির্বাচন কমিশনের ব্যর্থতার প্রকাশ। অন্যদিকে, বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষ তৃণমূলের অভিযোগ খারিজ করে বলেন, “এই মৃত্যুকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। নাম বা তথ্যে কোনও অসঙ্গতি থাকলে নির্বাচন কমিশন তা সংশোধন করছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।” আরও পড়ুন- নেতাজীর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আবেদনে কী জানিয়েছেন মোদী? ভোটের আগে বিরাট তথ্য ফাঁস
India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। তৃতীয় ম্য়াচে জয়লাভ করতে পারলেই এই সিরিজে সূর্য অ্যান্ড কোম্পানি অপরাজেয় ব্যবধানে এগিয়ে যাবে। এই ম্যাচটি গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই মাঠে ভারত এখনও পর্যন্ত একটাই টি-২০ ম্য়াচ জিতেছে। বাকি ২ ম্য়াচ হেরে গিয়েছে। আজ গুয়াহাটিতে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: IND vs NZ 2nd T20I Highlights: ঈশান কোনে উঠল ঝড়, অবশেষে ভারতের আকাশে সূর্যোদয়! এই ম্য়াচে অক্ষর প্যাটেল খেলার সুযোগ পান কি না, সেই দিকে অবশ্যই নজর থাকবে। সিরিজের প্রথম ম্য়াচেই চোট পেয়েছিলেন অক্ষর। তাঁর জায়গায় দ্বিতীয় ম্য়াচে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে কুলদীপ যাদব সুযোগ পেয়েছিলেন। এমনকী, জসপ্রীত বুমরাহকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। নিউজিল্যান্ড প্রথম ম্য়াচে পরাজয়ের পর দ্বিতীয় ম্য়াচে ৩ পরিবর্তন করেছিল। এরপরও অতিথি ক্রিকেট দল রায়পুরে যাচ্ছেতাইভাবে হেরে যায়। এবার গুয়াহাটিতে নিউজিল্যান্ডের জন্য় মরণ-বাঁচন পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ টিম ইন্ডিয়া এই ম্য়াচে জিতলেই সিরিজটা নিউজিল্যান্ডের হাতছাড়া হয়ে যাবে। আরও পড়ুন: IND vs NZ 2nd T20I Weather Update: বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে? এখনই জেনে নিন ওয়েদার রিপোর্ট বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ রেকর্ড বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত মোট তিনটে টি-২০ ম্য়াচ খেলেছে। এরমধ্যে তারা ১ ম্য়াচে জয়লাভ করেছে। আর জোড়া ম্য়াচ হেরে গিয়েছে। ২০২৩ সালে অস্ট্রেলিয়া এই মাঠে ভারতীয় ক্রিকেট দলকে ৫ উইকেটে হারিয়েছিল। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে ভারত ১৬ রানে হারিয়ে দেয়। এই মাঠে আয়োজিত প্রথম ম্য়াচে ভারতে আবার অস্ট্রেলিয়া ৪ উইকেটে হারিয়ে দিয়েছিল। আরও পড়ুন: IND vs NZ 1st T20I Highlights: জয় দিয়ে শুরু মিশন বিশ্বকাপের 'কাউন্টডাউন', ভারতের সামনে দুরমুশ নিউজিল্যান্ড রবিবার কেমন থাকবে গুয়াহাটির আবহাওয়া ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্য়াচটি রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। এদিন শহরে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু, ক্রিকেট সমর্থকদের অবশ্য চিন্তা করার কোনও কারণ নেই। কারণ স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাও আবার ৫ থেকে ১০ শতাংশ। সন্ধ্যার সময় বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই বললেই চলেছে। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাত ৯টা নাগাদ সেটা ১৭ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আরও পড়ুন: IND vs NZ 1st T20I: প্রথম টি-২০ ম্য়াচের আগেই বড় ঘোষণা সূর্যকুমার যাদবের, শুনে হতবাক ভারতীয় সমর্থকরা বরসাপাড়া স্টেডিয়ামের পিচ রিপোর্ট এই স্টেডিয়ামের উইকেট সাধারণত পাটা হয়ে থাকে। সেকারণে ব্যাটাররা এখানে যথেষ্ট সুবিধা পেয়ে থাকেন। এখানে লাল মাটি দিয়ে উইকেট তৈরি করা হয়। সন্ধ্যার পর যথেষ্ট শিশির পড়ে। সেকারণে টস জেতা দুটো দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। বোলাররা এই উইকেটে সুইং পাবেন। যে দল টস জিতবে, তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। মোদ্দা কথা, এই উইকেটে রানের বন্যা দেখতে পাওয়া যেতে পারে।
SIR in Bengal: কুমারগঞ্জে মার খেলেন মাইক্রো-অবজার্ভার! গর্জে উঠলেন সুকান্ত
Micro-Observer: বিজেপির পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে। চাপানউতোর প্রশাসনিক মহলেও।
রাজ্যপালের দিকে পিছন ফেরার ‘শাস্তি’! এবারও সাধারণতন্ত্র দিবসে নেই মাউন্টেড পুলিশের ঘোড়া
ঘটনার সূত্রপাত হয়েছিল ২০২২ সালের ২৬ জানুয়ারি। কুড়িটি ঘোড়া অত্যন্ত সুশৃঙ্খলভাবে পায়ে পা মিলিয়ে এগিয়ে যায়। কিন্তু দলছুট হয়ে গিয়ে গোলমাল সৃষ্টি করে পুলিশের ঘোড়া 'আইকনিক'।
High Protein Roti for Weight Loss: গমের রুটি বানানোর আগে এই ৫টি জিনিস মেশান, ওজন কমবে দ্রুত
Abhishek Banerjee: আজ CEO দফতরে যাচ্ছেন না অভিষেক, কেন?
SIR in Bengal: সূত্রের খবর, আপাতত দলের তরফে সেই কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে। সিইও রবিবার না থাকাতেই এই সিদ্ধান্ত বলে তৃণমূল সূত্রে খবর। অন্যদিকে এদিনই আবার ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার দাবিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ব্লকে ব্লকে দুটি করে মিছিল করার নির্দেশ এসেছে উপরমহল থেকে।
বিএলওকে না পসন্দ! রাস্তায় ধারালো অস্ত্রের ‘কোপ’, কোচবিহারে গ্রেপ্তার ১
আক্রান্ত বিএলওর নাম মনোবর হোসেন। তিনি দিনহাটার গিতালদহের ২৭৮ নম্বর বুথে বিএলও হিসাবে দায়িত্ব পেয়েছেন। লজিক্যাল ডিস্কোপেন্সি-র ফলে তাঁর বুথের প্রায় দুই শতাধিক ভোটারের নামে হিয়ারিং নোটিস এসেছে।
Mekhliganj: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল মেখলিগঞ্জের জামালদহ
Physical Harassment: চাপানউতোর চলছে নাবালিকার এক দিদিরও অস্বাভাবিক মৃত্যু নিয়েও। অভিযোগ, অভিযুক্ত এনামুল তাঁর দিদির সঙ্গেও একই আচরণ করেছিল। জানিয়েছে নির্যাতিতা নিজেই। নদীতে বালি তোলার কাজ করে ওই অভিযুক্ত এনামুল। নদীর পাড়ে নাবালিকা খড়ি জোগাড় করতে গেলে এই ঘটনা ঘটে।
বিশ্বকাপে বাদ পড়তেই পদত্যাগ বাংলাদেশ বোর্ড কর্তার, নিজেদের ব্যর্থতা ঢাকতে খেলছে শাকিব-তাসও!
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরই শুরু নাটক। পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক ইসতিয়াক সাদেক।
ডিজিপি পদে ৮ নাম পাঠাল নবান্ন, সুপারিশের তালিকায় রাজীব কুমারও
সম্প্রতি নবান্ন যে পুলিশকর্তাদের নাম ডিজি পদের জন্য কেন্দ্রকে পাঠিয়েছে, তাতে রাজীব কুমারের নামও রয়েছে। তাই রাজ্যের পরবর্তী ডিজি কে হবেন সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিন ও কানাডার সম্ভাব্য বাণিজ্য চুক্তিকে (China-Canada) কেন্দ্র করে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের মধ্যে শুরু হয়েছে তীব্র সংঘাত। কানাডা যদি চিনের সঙ্গে কোনও বাণিজ্যিক সমঝোতায় পৌঁছায়, তবে কানাডা থেকে আসা সমস্ত পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের (US Tariff) হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শনিবার নিজের সোশ্যাল […] The post Donald Trump | চিন-কানাডা সখ্যতায় ক্ষুব্ধ ট্রাম্প! ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের appeared first on Uttarbanga Sambad .
Bengal News Live Update: নেতাজীর চিতাভস্ম স্বদেশে ফিরিয়ে আনার জন্য বারে বারে প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ জানানো হলেও মেলেনি কোন উত্তর। এমনই 'বিস্ফোরক' মন্তব্যে তোলপাড় ফেললেন কন্যা অনিতা বসু পাফ। শনিবার দ্য ওয়্যার-কে দেওয়া ২৬ মিনিটের এক ভার্চুয়াল সাক্ষাৎকারে অনিতা দাবি করেন, “আমি কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। শেষবার ২০২২ সালে দিল্লিতে আমার নেতাজির মূর্তি উন্মোচনের সময়। সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি শর্ত দিয়েছিলাম, যদি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাবার চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ পাই, তবেই আমি আসব। কিন্তু তার কোনও উত্তর আসেনি।” তিনি আরও জানান, এর আগেও তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখেছিলেন, সেক্ষেত্রেও কোনও জবাব পাননি। তিনি স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী মোদীকে তিনি এবিষয়ে অন্তত “২ থেকে তিনবার চিঠি লিখেছেন। অনিতা আরও জানান, ঠতিনি দেশের বর্তমান রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের আবেদন করেছিলেন, তবে সেই অনুরোধও গ্রহণ করা হয়নি। আরও পড়ুন- বিস্তর টালবাহানার পর মনিরুলের বিরুদ্ধে এবার FIR দায়ের, বিরাট বিপাকে তৃণমূলের দাপুটে বিধায়ক সরকারের অনীহার কারণ কী? এই প্রশ্নে অনিতা বলেন, “নিশ্চয়ই এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। একজন রাজনীতিক সাধারণত এমন কোনও সিদ্ধান্ত নেন না, যা তাঁর নির্বাচনে প্রভাব ফেলে। এটি একটি আবেগঘন বিষয়, যা দল বা জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। রাজনীতিকরা সাধারণত তখনই কিছু করেন, যখন নিশ্চিত হন যে তাতে তাঁদের লাভ হবে।” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হয়তো নেতাজীকে সম্মান করেন এবং শ্রদ্ধা জানাতে চান, তবে একই সঙ্গে এমন কোনও পদক্ষেপ নেবেন না, যা বিতর্কের জন্ম দিতে পারে। এদিকে, নেতাজির প্রপৌত্র ও ইতিহাসবিদ সুগত বসু এই প্রসঙ্গে বলেন, “এটি কোনও পারিবারিক বিষয় নয়, এটি একটি জাতীয় ইস্যু। যদি কখনও এই কাজ সম্পন্ন হয়, তবে তা সর্বোচ্চ মর্যাদা ও সরকারের সর্বোচ্চ স্তরে সম্পন্ন হওয়া উচিত। বর্তমানে সেই পরিস্থিতি তৈরি হয়নি বলেই মনে হয়।” আরও পড়ুন- সুপ্রিম নির্দেশ মেনে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের, আপনার নাম নেই তো? কীভাবে জানবেন?
SIR in Bengal: মাইক্রো অবজারভারকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সুকান্ত বললেন, ‘ওরা ভয় পেয়েছে’
SIR: শনিবার কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস সংলগ্ন আইসিডিএস ভবনে এসআইআর-এর শুনানি হচ্ছিল। সেখানেই গিয়েছিলেন ওই মাইক্রো অবজারভার। অভিযোগ, সারাদিন শান্তিপূর্ণভাবে কাজ চললেও সন্ধ্যার দিকে আচমকাই তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী ক্যাম্পে ঢুকে ওই সরকারি আধিকারিককে মারধর করে।
ফের হামলার মুখে বন্দে ভারত, হাওড়া আসার পথে পাথর ছোড়ার ঘটনা, তুমুল চাঞ্চল্যে তোলপাড়
ফের হামলার মুখে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য। গত দু’সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয়বার হামলার মুখে পড়ল সেমি-হাইস্পিড এই ট্রেন। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়ার দিকে আসার সময় ওড়িশার কটক সংলগ্ন এলাকায় ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়।রেল সূত্রের খবর, কটক অতিক্রম করার সময় আচমকাই বন্দে ভারতের সি-১৬ নম্বর কামরায় পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেয় রেল কর্তৃপক্ষ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পূর্ব রেলের আধিকারিকরা। উল্লেখ্য, গত দু’সপ্তাহের মধ্যে কটকের কাছে বন্দেভারত এক্সপ্রেসে এটি তৃতীয় হামলার ঘটনা। এদিকে হাওড়া থেকে অসমের কামাখ্যা পর্যন্ত সদ্য চালু হওয়া বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রীদের জন্য শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা নিয়ে এবার একই সুরে কথা বলল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। দীর্ঘদিন পর এই প্রথম কোনও ইস্যুতে রাজ্যের শাসক দল এবং বিরোধী দল উভয়েই রেলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিল। গত ১৭ জানুয়ারি মালদা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাওড়া–কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। ট্রেনটি চালু হওয়ার পরই খাবারের মেনু নিয়ে বিতর্ক শুরু হয়। তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলে, যাত্রীদের জন্য শুধুমাত্র নিরামিষ খাবার রাখা হয়েছে। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলা হয়, এটি আমিষ প্রিয় বাঙালির খাদ্যাভ্যাসের উপর সরাসরি আঘাত। আরও পড়ুন- সোনায় মোড়া পেন থেকে ইন্দিরা গান্ধীর স্বাক্ষরের সাক্ষী.... একছাদের নিচেই কলমের অজানা ইতিহাস তৃণমূলের যুক্তি, অসম ও বাংলার মানুষের খাদ্যাভ্যাসে বহু মিল রয়েছে এবং মাছ দুরাজ্যের মধ্যে অন্যতম। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “এইভাবে নিরামিষ খাবার চাপিয়ে দিয়ে বিজেপি জোর করে বাঙালির খাদ্যাভ্যাস ও সংস্কৃতিতে হস্তক্ষেপ করছে। যাত্রীরা সম্পূর্ণ ভাড়া দিচ্ছেন, তাহলে তাঁদের পছন্দের খাবার পাওয়ার অধিকার থাকবে না কেন? নিরামিষের পাশাপাশি আমিষ খাবারও দেওয়া উচিত। এটি বিজেপির তরফে বাঙালির সংস্কৃতি ও খাদ্যপরম্পরার উপর আক্রমণ।” এই বিতর্কে কলকাতা বইমেলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ময়করভাবে তৃণমূলের দাবির সুরেই কথা বলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “সব কিছুর বিরোধিতা করার প্রয়োজন নেই। এটি একটি যুক্তিসঙ্গত ও ন্যায্য দাবি।” শমীক ভট্টাচার্যের এই মন্তব্য অনেককেই চমকে দিলেও বিজেপির একাংশ নেতার মতে, তিনি সঠিক অবস্থান নিয়েছেন। অতীতে আমিষপ্রিয় বাঙালিদের নিয়ে দলের কিছু নেতার মন্তব্য ঘিরে বিজেপিকে বিতর্কের মুখে পড়তে হয়েছে। এক বিজেপি নেতা বলেন, “মাছ, বিশেষ করে আমিষ খাবারের সঙ্গে বাংলার গভীর সম্পর্ক রয়েছে। বাংলার অধিকাংশ বিজেপি নেতা ও কর্মীরাও মাছপ্রিয়। এই দাবির বিরোধিতা করা মোটেই বিচক্ষণ হতো না। রেল চাইলে খুব সহজেই বন্দে ভারতে আমিষ খাবার পরিবেশন করতে পারে।” আরও পড়ুন- সুপ্রিম নির্দেশ মেনে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের, আপনার নাম নেই তো? কীভাবে জানবেন? রেল সূত্রের একাংশের দাবি, কামাখ্যার মতো ধর্মীয় তীর্থস্থানের সঙ্গে ট্রেনটি যুক্ত হওয়ায় নিরামিষ খাবারই রাখা হয়েছে। তবে এই যুক্তি মানতে নারাজ রাজ্যের বিজেপি নেতারা। তাঁদের বক্তব্য, “অন্য রাজ্যে ধর্মীয় স্থানে যাওয়ার আগে নিরামিষ খাওয়ার রীতি থাকতে পারে, কিন্তু বাংলায় তা নেই। এখানে কালীসহ বিভিন্ন দেবদেবীর ভোগেও মাছ-মাংস দেওয়া হয়।” এদিকে পূর্ব রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারত ট্রেনের খাবারের মেনু রেল বোর্ড এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হয়েছে। পূর্ব রেলের এই বিষয়ে কোনও ভূমিকা নেই বলেও তিনি স্পষ্ট করেছেন। আরও পড়ুন- বিস্তর টালবাহানার পর মনিরুলের বিরুদ্ধে এবার FIR দায়ের, বিরাট বিপাকে তৃণমূলের দাপুটে বিধায়ক
Scotland Cricket Team: শনিবার (২৪ জানুয়ারি) বিকেল থেকেই স্কটল্যান্ডকে নিয়ে বিশ্ব ক্রিকেটে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ আগেই ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) বয়কট করেছিল। এবার বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে নামবে স্কটল্যান্ড। এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে আইসিসি। কিন্তু, আপনারা কি জানেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড় (Rahul Dravid) একবার স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন! আজ্ঞে হ্যাঁ, যা পড়ছেন একেবারেই সত্যি। কিন্তু, আচমকা তিনি কেন ভারত ছেড়ে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে গেলেন? আসুন সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। আরও পড়ুন: ICC T20I World Cup 2026, JIO Hotstar Plans: আর নয় ফ্রি'তে, হটস্টারে বিশ্বকাপ দেখতে হলে গুনতে হবে মোটা অঙ্কের টাকা! সালটা ছিল ২০০৩। স্কটল্যান্ড ক্রিকেট দলের হয়ে রাহুল দ্রাবিড় ১১ ওয়ানডে ম্য়াচ খেলেছিলেন। এছাড়া একটি আবার পাকিস্তানের বিরুদ্ধে ট্যুর ম্য়াচও ছিল। অর্থাৎ, মোট ১২ ম্য়াচ খেলেছিলেন তিনি। মজার ব্যাপার হল, স্কটল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কাইল কোয়েৎজ়ারও ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'-এর সঙ্গে ব্য়াট করেছিলেন। আরও পড়ুন: ICC T20I World Cup 2026 News Update: রয়েছে পাকিস্তান যোগ, ভারতের ভিসা দেওয়া হল না ইংল্যান্ডের ২ তারকা ক্রিকেটারকে! স্কটল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কাইল কোয়েৎজ়ার সেইসময় মাত্র ১৯ বছর বয়সি একজন ক্রিকেটার ছিলেন। তিনি রাহুল দ্রাবিড়ের সঙ্গে খেলার অভিজ্ঞতা অর্জন করেন। প্রসঙ্গত, ২০২১ টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন এই কোয়েৎজ়ার। নর্দাম্পটনের বিরুদ্ধে এমনই একটি ম্য়াচে কাইল কোয়েৎজ়ার দ্রাবিড়ের সঙ্গে ব্যাট করতে নামেন। প্রথম বলেই তিনি রান আউট হয়ে গিয়েছিলেন। ওই ম্য়াচে রাহুলের ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান বেরিয়ে এসেছিল। আরও পড়ুন: ICC T20I World Cup 2026: 'ফাইনালে ভারতকে হারালেই...', আজও প্রতিহিংসায় জ্বলছেন এই তারকা ক্রিকেটার! স্কটল্যান্ডের হয়ে কেমন পারফরম্য়ান্স করেছিলেন দ্রাবিড়? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, স্কটল্যান্ডের হয়ে রাহুল দ্রাবিড় ১২ ম্য়াচে ৬৬.৬৬ ব্যাটিং গড়ে মোট ৬০০ রান করেছিলেন। এরমধ্যে তিনটে শতরান এবং জোড়া হাফসেঞ্চুরি রয়েছে। যদিও এরমধ্যে তিনি স্কটল্যান্ডের হয়ে একটাই ম্য়াচ জিততে পেরেছিলেন। আরও পড়ুন: ICC T20I World Cup 2026: তিলকের পোড়া কপালেই ভাগ্য বদলাবে ঈশানের? টি-২০ বিশ্বকাপের আগে নয়া টুইস্ট কেন স্কটল্যান্ডের হয়ে আচমকা খেলতে গেলেন মিস্টার ডিপেন্ডবল? ২০০৩ সালের মার্চ মাসে ভারতীয় ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। এরপর টিম ইন্ডিয়ার তৎকালীন কোচ জন রাইট রাহুল দ্রাবিড়কে অফ সিজ়নে কাউন্টি ক্রিকেট খেলার পরামর্শ দেন। এই সময় তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। টেস্ট ক্রিকেটে নজরকাড়া পারফরম্য়ান্স করছিলেন। কিন্তু, ওয়ানডে ক্রিকেটে প্রত্যাশা পূরণ হচ্ছিল না। সেকারণে কোচের পরামর্শে রাহুল দ্রাবিড় স্কটল্যান্ড ক্রিকেট দল হয়ে ন্যাশনাল লিগ খেলতে যান। তারপর কী হয়েছিল, সেটা তো আগেই উল্লেখ করা হয়েছে। তবে এই প্রত্যেকটা ম্য়াচই কাউন্টি ক্রিকেটের অন্তর্গত ছিল। এরসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের কোনও সম্পর্ক ছিল না।
Vastu Tips for Home: মরচে ধরা জলের কল থেকে অগোছালো ঘর, নতুন বছরে বাড়ির পরিবেশ সুস্থ রাখুন ৫ উপায়ে
Vastu Tips for Home: নতুন বছর মানেই নতুন শুরু। আমরা অনেকেই এই সময় জীবনে উন্নতি, শান্তি ও সুখ কামনা করি। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, শুধু ইচ্ছা থাকলেই যথেষ্ট নয়—বাড়ির পরিবেশও সুস্থ ও ইতিবাচক হওয়া জরুরি। কারণ আমাদের বসবাসের জায়গার সঙ্গে সরাসরি যুক্ত থাকে মানসিক অবস্থা, কর্মক্ষেত্রের সাফল্য এবং পারিবারিক শান্তি। বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব বাড়লে অজান্তেই মন অশান্ত হয়ে ওঠে, কাজে বাধা আসে এবং আর্থিক ক্ষতির সম্ভাবনাও তৈরি হয়। বাস্তুশাস্ত্র বলছে, অনেক সময় ছোট ছোট অবহেলাই বাড়িতে অশুভ শক্তির উৎস হয়ে দাঁড়ায়। যেমন, দীর্ঘদিন ধরে মরচে ধরা জলের কল, ভাঙা আসবাব, অগোছালো ঘর কিংবা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা। এগুলি চোখে পড়লেও আমরা গুরুত্ব দিই না। অথচ বছরের শুরুতেই যদি এই দিকগুলির দিকে নজর দেওয়া যায়, তাহলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে সময় লাগে না। আরও পড়ুন- প্রেম আছে তবু সম্পর্কে ঝামেলার আশঙ্কা! কোন রাশির সম্পর্কে বাড়বে অশান্তি? বাস্তুশাস্ত্র বলছে, অনেক সময় ছোট ছোট অবহেলাই বাড়িতে অশুভ শক্তির উৎস হয়ে দাঁড়ায়। যেমন, দীর্ঘদিন ধরে মরচে ধরা জলের কল, ভাঙা আসবাব, অগোছালো ঘর কিংবা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা। এগুলি চোখে পড়লেও আমরা গুরুত্ব দিই না। অথচ বছরের শুরুতেই যদি এই দিকগুলির দিকে নজর দেওয়া যায়, তাহলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে সময় লাগে না। পরিচ্ছন্নতা ও শব্দের গভীর যোগ পরিচ্ছন্নতার সঙ্গে শব্দেরও গভীর যোগ রয়েছে। বাড়িতে যে সব দরজা, জানলা বা জলের কল থেকে কটকট বা ক্যাঁচক্যাঁচ শব্দ হয়, সেগুলি অবিলম্বে মেরামত করা প্রয়োজন। বাস্তু মতে, এই ধরনের বিরক্তিকর শব্দ নেগেটিভ ভাইব্রেশন তৈরি করে, যা পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ও মানসিক চাপ বাড়ায়। বিশেষ করে শৌচাগারের জলের কল থেকে পড়তে থাকা জল বা মরচে ধরা পাইপ দ্রুত ঠিক করানো জরুরি। আরও পড়ুন- উচ্চশিক্ষায় সফল হন, পরিশ্রম বিফলে যায় না! এই ৫ রাশি দেবী সরস্বতীর বিশেষ কৃপাপ্রাপ্ত সবুজ গাছ বাড়িতে রাখলে পজ়িটিভ শক্তির সঞ্চার বাড়ে বলে বিশ্বাস। তবে শুধু গাছ রাখলেই হবে না, সেগুলির যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। শুকনো পাতা, মরে যাওয়া ফুল বা বিবর্ণ গাছ ঘরে রাখা বাস্তুশাস্ত্র অনুযায়ী অশুভ। গাছের পাতা সতেজ ও সবুজ থাকলে তা ঘরের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। বিশেষ করে তুলসী বা জেড গাছ বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাখলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। আরও পড়ুন- শীতলষষ্ঠী পালন তো করছেন, এই নিয়মগুলো জানেন তো? শব্দের মাধ্যমে শুভ শক্তি আকর্ষণের জন্য উইন্ড চাইমও বাস্তুশাস্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। হালকা টুংটাং শব্দ ঘরের স্থবির শক্তিকে ভেঙে দেয় এবং ইতিবাচক পরিবেশ তৈরি করে। ধাতুর তৈরি উইন্ড চাইম বাড়ির উত্তর-পূর্ব দিকে এবং কাঠের তৈরি উইন্ড চাইম দক্ষিণ-পূর্ব দিকে রাখলে বাস্তুর ভারসাম্য বজায় থাকে। আরও পড়ুন- সরস্বতী পুজোর পরদিন কেন খাওয়া হয় গোটা সিদ্ধ? জানুন বিস্তারিত সব মিলিয়ে, নতুন বছরে বাড়ির পরিবেশ সুস্থ রাখার জন্য বড় কোনও পরিবর্তন করার প্রয়োজন নেই। বরং দৈনন্দিন জীবনের ছোট অভ্যাস বদলালেই যথেষ্ট। পরিষ্কার-পরিচ্ছন্নতা, অগোছালো ভাব দূর করা, ভাঙা জিনিস মেরামত এবং প্রকৃতির ছোঁয়া—এই কয়েকটি বিষয় মেনে চললেই ঘরে পজ়িটিভ শক্তির প্রবাহ বাড়ে। বাস্তুশাস্ত্র মতে, এর ফলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ করা যায় এবং জীবনে আসে শান্তি, সমৃদ্ধি ও সাফল্য।
MBBS ডিগ্রি চাই-ই-চাই, কোটায় ভর্তি হতে নিজের পা-ই কেটে ফেললেন যুবক!
Bizarre Story: সূরজ অভিযোগ করেছিল যে তাঁকে অজ্ঞাত পরিচয় কয়েকজন খুন করার চেষ্টা করেছিল। হামলাতেই তাঁর পা বাদ যায়। যখন তাঁর জ্ঞান ফেরে, তখন দেখে যে বাম পা কেটে নেওয়া হয়েছে। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতেই অজ্ঞাতপরিচয় দুইজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে এবং তদন্ত শুরু করে।
West Bengal SIR 2025: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে শনিবার সন্ধ্যায় নিজেদের ওয়েবসাইটে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ তালিকাভুক্ত ভোটারদের নাম প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (SIR) প্রক্রিয়ায় চিহ্নিত এই তালিকায় যাঁদের নাম রয়েছে, তা ইতিমধ্যেই অনলাইনে আপলোড করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার জেলা নির্বাচন আধিকারিকরা ওই তালিকা ডাউনলোড করে গ্রাম পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসে টাঙাবেন। সুপ্রিম কোর্ট গত ১৯ জানুয়ারি নির্দেশ দিয়েছিল, এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ তালিকায় থাকা ভোটারদের নাম সর্বসমক্ষে প্রকাশ করতে হবে।নির্বাচন কমিশনের ওই আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানান, “আমাদের ওয়েবসাইটে আনম্যাপড ভোটারদের তালিকা এবং যাঁদের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রেপ্যান্সি রয়েছে, সেই নামগুলি প্রকাশ করা হয়েছে।” আরও পড়ুন- সোনায় মোড়া পেন থেকে ইন্দিরা গান্ধীর সাক্ষরের সাক্ষী.... একছাদের নিচেই কলমের অজানা ইতিহাস কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে উত্তরাধিকার (প্রোজেনি) সংযোগে লজিক্যাল ডিসক্রেপ্যান্সির মধ্যে রয়েছে অভিভাবকের নামের অসঙ্গতি অথবা ভোটার ও তাঁর অভিভাবকের বয়সের পার্থক্য ১৫ বছরের কম কিংবা ৫০ বছরের বেশি হওয়ার মতো বিষয়। এই ধরনের অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশনকে আগেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল, যার পরিপ্রেক্ষিতেই শীর্ষ আদালতের নির্দেশে এই তালিকা প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ ও ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত ভোটারদের তালিকা শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল নির্বাচন কমিশন (ECI)। দীর্ঘ অনিশ্চয়তার পর এই তালিকা প্রকাশ করা হয়। কমিশনের সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে রাজ্যের বিভিন্ন সরকারি দফতর, গ্রাম পঞ্চায়েত ভবন এবং পুরসভা ওয়ার্ড অফিসে এই তালিকা সর্বসমক্ষে টাঙিয়ে দেওয়া হবে। আরও পড়ুন- রাজ্যে ডিজিপি নিয়োগ নিয়ে ফের নতুন বিতর্ক, রাজীব কুমারের নাম সুপারিশেই 'তোলপাড়'! নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, SIR প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসারদের (BLO) প্রয়োজনীয় সফটওয়্যার দেরিতে পৌঁছনোর কারণেই তালিকা প্রকাশে বিলম্ব হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত সফটওয়্যার না পাওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে সমস্যা দেখা দেয়। পরে সফটওয়্যার পৌঁছনোর পর তালিকা ডাউনলোড, প্রিন্ট ও প্রদর্শনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতর। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, SIR প্রক্রিয়ার আওতায় ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ ও ‘আনম্যাপড’ শ্রেণিভুক্ত ভোটারদের নাম গ্রাম পঞ্চায়েত, ব্লক, তালুকা, মহকুমা এবং পুরসভা ওয়ার্ড অফিসে প্রকাশ করতে হবে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে এবং সংশ্লিষ্ট সকলকে ন্যায্য সুযোগ দিতে হবে। এই নির্দেশ মেনে নির্বাচন কমিশন বুধবার পশ্চিমবঙ্গের CEO মনোজ আগরওয়ালকে জানুয়ারি ২৪-এর মধ্যে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, মহকুমা অফিস ও পুরসভা ওয়ার্ডে তালিকা টাঙানোর নির্দেশ দেয়। পাশাপাশি কমিশন স্পষ্ট করে জানায়, ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ ও ‘আনম্যাপড’ তালিকাভুক্ত ব্যক্তিরা তাঁদের নথি বা আপত্তি অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারবেন। সেই প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট (BLA) হলেও চলবে, তবে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর বা আঙুলের ছাপযুক্ত অনুমতিপত্র থাকতে হবে। আরও পড়ুন- খেলা শুরু! ভোটের কৌশল নির্ধারণে ভার্চুয়াল বৈঠক অভিষেক, দিলেন বড় নির্দেশ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্র এলাকার কাছাকাছি একটি করে গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস বা ওয়ার্ড অফিস নির্দিষ্ট করতে বলা হয়েছে, যেখানে নথি জমা ও শুনানির ব্যবস্থা থাকবে। নাম প্রকাশের দিন থেকে সর্বোচ্চ দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে তাঁদের নথি বা আপত্তি জমা দিতে পারবেন। এদিকে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল বৈঠকে বুথ লেভেল এজেন্ট, সাংসদ, বিধায়ক ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়াকে অপরিকল্পিত ও অমানবিক বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন এখনও পুরোপুরি সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, এই SIR প্রক্রিয়ার জেরে রাজ্যে এখনও পর্যন্ত ১২৬ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, ২৫ জানুয়ারি ভোটার দিবসে রাজ্যের প্রতিটি ব্লকে এই SIR প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। আরও পড়ুন-' প্রেমের রঙে' রঙিন গোলাপবাগ ক্যাম্পাস, সরস্বতী পুজোর পরদিন রীতি মেনেই চলল 'তত্ত্ব আদান প্রদান', উচ্ছ্বাসে মাতোয়ারা...
‘হোক কলরব’ সিনেমার ট্রেলার ও টিজার প্রকাশের পর থেকেই বিতর্কে উঠে আসে ছবির একটি সংলাপ এবং সেখানে ক্ষুদিরাম বসুকে অবমাননা করার অভিযোগ। সেই সময় থেকেই পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) বিরুদ্ধে একাধিক মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছিল। ২৩ জানুয়ারি, শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার পর সেই বিতর্ক আরও জোরালো আকার নেয়। এবার নতুন করে পরিচালক রাজ চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তাঁকে আইনি নোটিশ পাঠালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিষেক বিশ্বাস। অভিষেক দাবি করেন, ছবির বিষয়বস্তু ও নির্মাণের মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। তাঁর অভিযোগ, সিনেমায় যেভাবে বিশ্ববিদ্যালয় এবং সেখানকার পড়ুয়াদের কার্যকলাপ দেখানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এই প্রসঙ্গে তিনি ব্যক্তিগতভাবে পরিচালক রাজ চক্রবর্তীকে আইনি নোটিস পাঠিয়েছেন বলেও জানান। শুধু তাই নয়, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এবং সিনেমার অন্যান্য নিয়ন্ত্রণকারী সংস্থাকেও এই বিষয়ে অবহিত করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নোটিশের ছবি শেয়ার করে অভিষেক লেখেন, “সম্প্রতি 'Hok Kolorob' নামের এক সিনেমায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে নানাভাবে মিথ্যাচার করা হয় - যা তার trailer ও teaser দেখেই স্পষ্ট - পেট্রল বোমা ছোড়া বা থানায় আগুন লাগিয়ে দেওয়ার মতো মারাত্মক ক্রাইম দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে; শান্তিপূর্ণ আন্দোলন বা মিছিল হলেও বিগত ৫০ বছরের ইতিহাসে এর কোনো নিদর্শন নেই! একজন প্রাক্তনী হিসেবে বিশ্ববিদ্যালয়ের মানহানির বিরুদ্ধে এইটুকু প্রতিবাদ রইলো - ব্যক্তিগত আইনি নোটিশ পাঠালাম রাজ চক্রবর্তী কে - সাথে CBFC ও আরও সিনেমার রেগুলেশন বোর্ড কেও জানিয়েছি! ভগবানে বিশ্বাস করলেও মূর্তি পুজোয় বিশ্বাস করিনা; আমার কাছে মন্দির একটাই - যাদবপুর বিশ্ববিদ্যালয়| যাদবপুর ছাড়া পড়াশুনাটুকু চালিয়ে যেতে পারতো না আজও এরকম বহু পড়ুয়া সারা বাংলা তথা ভারত জুড়ে রয়েছে - মাত্র ১০,০০০ টাকার মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়া যাবে এমন কলেজ আছে আর? যেকোনো র্র্যাঙ্ক সিস্টেমে পশ্চিমবঙ্গের সেরা রাজ্য-সরকারি কলেজ আজও যাদবপুর - সারাক্ষন আমরা এসব করলে (সিনেমায় যা দেখানো হয়েছে) পড়াশুনা করলাম কখন? হয়তো লড়াইয়ে জিততে পারবোনা (বা পারবো) কিন্তু এটা লেখা থাকবে যাদবপুরের ছাত্র ও প্রাক্তনীরা লড়েছিল; সমস্ত ছাত্র-ছাত্রী ও প্রাক্তনী কে অনুরোধ আপনারা প্রতিবাদ টুকু করুন - যাদবপুর বাংলার অহংকার - একে শেষ হতে দেবেন না! শিল্পীর স্বাধীনতা থাক, মিথ্যা না ছড়িয়ে ।” আরও পড়ুন: ‘কিং’ গর্জন করতে আসছে! শাহরুখ খানের নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষণা তাঁর মতে যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। তিনি মনে করেন, সিনেমার মাধ্যমে এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা ও অতিরঞ্জিত ছবি তুলে ধরা অত্যন্ত নিন্দনীয়। অভিষেকের মতে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মূলত শান্তিপূর্ণ আন্দোলন, শিক্ষার ও সামাজিক দায়বদ্ধতার। সেখানে পেট্রল বোমা ছোড়া বা থানায় আগুন লাগানোর মতো অপরাধমূলক কাজকে ছাত্রদের সঙ্গে জুড়ে দেওয়া সম্পূর্ণ অন্যায়। এতে শুধু বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের মানসিকতার উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। আরও পড়ুন: ফিশ ফ্রাই থেকে বিরিয়ানি! স্বাদে-গন্ধে রাজকীয় পাখির বিয়ের ভোজ এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বহু প্রাক্তনী ও বর্তমান ছাত্রছাত্রী অভিষেক বিশ্বাসের পাশে দাঁড়িয়ে তাঁর প্রতিবাদকে সমর্থন করেছেন। তাঁদের বক্তব্য, শিল্পীর স্বাধীনতা অবশ্যই থাকা উচিত, কিন্তু সেই স্বাধীনতার নামে কোনও ঐতিহাসিক ও সম্মানজনক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো গ্রহণযোগ্য নয়।
Smelly Urine Causes: আপনার প্রস্রাবে কি তীব্র গন্ধ? উপেক্ষা নয়, চিনে নিন কোন রোগের লক্ষণ
বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই 'ভূমিকম্প' বাংলাদেশে, ইস্তফা বোর্ডকর্তার!
Bangladesh Cricket: ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) আগেই বয়কট করেছিল বাংলাদেশ। এবার আইসিসি (ICC) তাদের কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। বাংলাদেশের জায়গায় এন্ট্রি নিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট দল (Scotland Cricket Team)। এদিকে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে না যেতেই বাংলাদেশ ক্রিকেটে কার্যত ভূমিকম্প দেখা দিয়েছে। বোর্ডের এক উচ্চপদস্থ কর্তা নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই ঘটনায় হতবাক গোটা ক্রিকেট বিশ্ব। আরও পড়ুন: Samik Bhattacharya on Bangladesh Cricket: এবার আসরে নামল বিজেপি, বাংলাদেশের বিশ্বকাপ বয়কট নিয়ে বিস্ফোরক শমীক ২০২৬ বিশ্বকাপের আগে বড় পালা-বদল ২০২৬ টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ইশতিয়াক সাদেক নিজের পদ থেকে ইস্তফা দিলেন। তিনি জানিয়েছেন, 'আমি যে ইস্তফা দিয়েছি, এই কথাটা একেবারে সত্যি। পারিবারিক এবং ব্যক্তিগত কাজকর্মের জন্য আমি বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে খুব বেশি সময় দিতে পারছি না। বাংলাদেশ ক্রিকেটের উন্নতি আরও দ্রুতগতিতে করার কোনও উপায় আমার জানা নেই। সেকারণে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত দুঃখিত। আমি এই পদের সঙ্গে সুবিচার করতে পারছি না। সেকারণে বাধ্য হয়েই ইস্তফা দিচ্ছি।' আরও পড়ুন: Bangladesh Cricket: বাংলাদেশকে এবার ভাতে মারতে চাইছে ভারত? নেওয়া হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশ আগেই জানিয়ে দিয়েছিল যে তারা ভারতের মাটিতে খেলতে আসবে না। এরপর আইসিসি সিদ্ধান্ত গ্রহণ করে যে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রীতিমতো তুলকালাম শুরু হয়েছে। আরও পড়ুন: India Helped Bangladesh Cricket: নেই সামান্য কৃতজ্ঞতাবোধ, ভারতের 'উপকার' নিমেষে ভুলে গেল বাংলাদেশ? জেনে নিন গোটা ঘটনাটি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে কতখানি অত্যাচার করা হচ্ছে, সেটা আজ কারোর কাছেই অজানা নয়। সেকারণে বিসিসিআই সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ়ুর রহমানকে তারা ২০২৬ আইপিএল টুর্নামেন্ট খেলতে দেবে না। আর এই সিদ্ধান্তের পর রীতিমতো ভড়কে যায় বাংলাদেশ। তারা আইসিসি-র কাছে কাকুতি-মিনতি করে যেন ভারত থেকে তাদের ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় ম্য়াচ আয়োজন করা হয়। কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড এন্ট্রি নিয়েছে।
US Immigrants: দু সপ্তাহে দুজন, ইমিগ্রেশন অফিসাররা চালাচ্ছে গুলি, ট্রাম্প দোষ দিলেন মেয়র-গভর্নরকেই!
US Immigration Checking: ট্রাম্প প্রশাসনের নির্দেশেই আমেরিকা জুড়ে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। সেখানেই এই ঘটনা। মিনেপলিস পুলিশের প্রধান ব্রায়ান ও'হারা জানিয়েছেন, ৩৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর হাতে বন্দুক ছিল।
সোনায় মোড়া পেন থেকে ইন্দিরা গান্ধীর সাক্ষরের সাক্ষী.... একছাদের নিচেই কলমের অজানা ইতিহাস
কোনও পেন সোনার নিব দিয়ে তৈরি। আবার কোনও পেন রয়েছে চাদির ওপর হাতির দাঁতের তৈরি । এক ঝলক দেখলেই যেন মনে হয় এসব পেন একসময় ব্যবহার করেছেন রাজরাজারা। শুধু তাই নয় , ব্রিটিশ আমলের নীলকর সাহেবদের ব্যবহৃত পেন যেমন রয়েছে। ঠিক তেমনি বাংলার বিখ্যাত ফুটবলার চুনি গোস্বামী থেকে শৈলেন মান্না তাদের অটোগ্রাফ দেওয়া পেনও রয়েছে। একইভাবে মালদার প্রাক্তন প্রয়াত রেলমন্ত্রী গনিখান চৌধুরী এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সেই স্বাক্ষর করা পেন আজও জ্বলজল করছে মালদা লাইব্রেরিয়ান সুবীর কুমার সাহার সংগ্রহশালায়। আরও পড়ুন- রাজ্যে ডিজিপি নিয়োগ নিয়ে ফের নতুন বিতর্ক, রাজীব কুমারের নাম সুপারিশেই 'তোলপাড়'! প্রায় পাঁচ হাজারেরও বেশি এরকম পুরনো যুগ যুগান্তর আমলের পেনের সম্ভার নিয়ে কলম উৎসব উদ্যোগ নিলেন সুবীরবাবু । সরস্বতী পূজা উপলক্ষে শনিবার মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির এই এই কলম উৎসব অনুষ্ঠিত হয়। একদিনের এই কলম উৎসবের প্রদর্শনীতে পড়ুয়ারা এমন পুরনো আমলের সংগৃহীত পেন দেখে তাজ্জব হয়ে গিয়েছেন। বর্তমান সময়ে পেনের প্রচলন কমতে বসেছে। সে বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন লাইব্রেরিয়ান সুবীর বাবু। তবে এদিনের এত পুরনো আমলের পেন দেখে যেন মুগ্ধ হয়ে গিয়েছেন পড়ুয়া থেকে তাদের অভিভাবকেরা। একদিনের এই কলম উৎসবের উদ্বোধন করেন মালদা রামকৃষ্ণ মিশনের মহারাজ তপোহারানন্দজী। তিনি বলেন, সুবীরবাবুর পেনের সংগ্রহশালা এদিন এই স্কুলে প্রদর্শনী হয়েছে। বিভিন্ন ধরনের পেন এবং তার ব্যবহার সম্পর্কেও তিনি পড়ুয়াদের অবগত করেছেন , সত্যি এটা প্রশংসনীয়। আমরাও চাই সুবীরবাবুর মতোন সকলেই পেনের গুরুত্ব সম্পর্কে অবগত হোক। আগামী ভবিষ্যতের জন্য এদিনের কলম উৎসবের গুরুত্ব রয়েছে। আরও পড়ুন- ফের SIR নিয়ে কমিশনকে নিশানা, আরও বেপরোয়া তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম উল্লেখ্য, মালদার ইংরেজবাজার পুরসভা ২ নম্বর ওয়ার্ডের গ্রীনপার্ক এলাকার বাসিন্দা সুবীর কুমার সাহা। তিনি পেশায় লাইবেরিয়ান। পরিবারে তার স্ত্রী মধুলেখা সাহা এবং একমাত্র মেয়ে সুচিস্মিতা সাহা রয়েছে। একদিনের এই কলম উৎসব প্রদর্শনীতেই বিভিন্ন সংগৃহীত পেন সম্পর্কেও পড়ুয়াদের অবগত করেন সুবীরবাবু। এদিনের এই কলম উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের তাপোহরানন্দ মহারাজ। তিনি বলেন, এমন প্রদর্শনী সত্যিই অভিনব। যিনি এত বিপুলসংখ্যক পেন সংগ্রহ করেছেন তাঁর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ছাত্র-ছাত্রীরা এসব দেখে উপকৃত হবে। একইসঙ্গে তাঁদের কলমের প্রতি যত্ন, আগ্রহ ও আকর্ষণ বাড়বে। উল্লেখ্য, এদিন প্রাচীন আমলের হারিয়ে যাওয়া খাগের কলম, দোয়াত থেকে শুরু করে রাজআমলের রকমারি ও সুদৃশ্য নানা পেন চাক্ষুস করার সুযোগ এই কলম উৎসবে সুযোগ পান স্কুল পড়ুয়ারা। সোনার প্রলেপ দেওয়া পেন, হাতির দাঁতযুক্ত পেন, ম্যাজিক পেন, বাঁশের পেন, খাগের কলম, দেশ-বিদেশের নামিদামী প্রায় সমস্ত পেন নজর কাড়ছে এই উৎসবে। প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রাচীন আমল থেকে বর্তমান ডিজিটাল যুগ পর্যন্ত কলমের বিবর্তনকে। কলম উৎসবের অন্যতম আয়োজক সুবীর সাহা জানিয়েছেন, তাঁর সংগ্রহে রয়েছে দেশ-বিদেশের অন্তত পাঁচ হাজার কলম। ছাত্র বয়স থেকেই তিনি এই পেন সংগ্রহের কাজে নিজেকে নিয়োজিত করেছেন । প্রায় ৩৫ বছর ধরে পাঁচ হাজারেরও বেশি বিভিন্ন আমলের পেন জোগাড়ের পর বাড়িতেই আস্ত একটি সংগ্রহশালা তৈরি করে ফেলেছেন। পেনের গুরুত্ব সম্পর্কে পড়ুয়াদের বোঝাতেই তিনি এদিনে এই কলম উৎসবের আয়োজন করেন। সুবীর বাবুর আক্ষেপ বর্তমান ডিজিটাল যুগে পেনের ব্যবহার কমে যাচ্ছে। মানুষ এখন মোবাইল , ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াতেই যেন বেশি আগ্রহ দেখাচ্ছে। আরও পড়ুন- ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’-তে কত নাম বাদ? সুপ্রিম নির্দেশের পর আজই তালিকা প্রকাশ কমিশনের?
Pakistan Cricket Board: বাংলাদেশের পর পাকিস্তানের নাটক শুরু, ভারতে খেলতে আসা নিয়ে বলল…
ICC Men's T-20 World Cup 2026: বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ। আর সেই ঘোলা জলে মাছ ধরতে নামল পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এবার ফাঁকা আওয়াজ পাক বোর্ড প্রধান মহসিন নকভির। বিশ্বকাপে খেলা নিয়ে হঠাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কোর্টে বল ঠেললেন পিসিবি প্রধান।
Ajker Rashifal Bengali, 25 January 2026: রবিবার কেমন যাবে আপনার দিন? জানুন ১২ রাশির ভাগ্যফল
Ajker Rashifal Bengali, 25 January, 2026: ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার। আজ জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি কুম্ভ এবং আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও নেপচুন। ২৫ তারিখে জন্ম হওয়ার কারণে নেপচুনের প্রভাব আজ বিশেষভাবে সক্রিয় থাকবে, যা আপনার ভাবনা, কল্পনাশক্তি এবং অন্তর্দৃষ্টিকে আরও শক্তিশালী করবে। শুভ সংখ্যা ৭, ১৬ ও ২৫ এবং শুভ বার হিসেবে শনি ও সোম আপনার জন্য অনুকূল। রত্ন একুয়ামেরিন ও নীলা শুভ ফল দিতে পারে। আজ সাদা ও নীল রং সৌভাগ্য বৃদ্ধি করবে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের জন্য দিনের শুরুতে দূরের যাত্রার যোগ তৈরি হচ্ছে। প্রবাসী কর্মজীবীরা দীর্ঘদিনের বাধা কাটিয়ে স্বস্তি পেতে পারেন। দুপুরের পর নতুন দায়িত্ব ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন- প্রেম আছে তবু সম্পর্কে ঝামেলার আশঙ্কা! কোন রাশির সম্পর্কে বাড়বে অশান্তি? বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির ক্ষেত্রে সকালের দিকে ব্যবসায়িক জটিলতা কাটবে এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। চাকরিজীবীরা আজ অতিরিক্ত রোজগারের সুযোগ পেতে পারেন। আরও পড়ুন- উচ্চশিক্ষায় সফল হন, পরিশ্রম বিফলে যায় না! এই ৫ রাশি দেবী সরস্বতীর বিশেষ কৃপাপ্রাপ্ত মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতকদের কর্মক্ষেত্রে সকালবেলা কিছু মানসিক চাপ থাকলেও দুপুরের পর আয় বৃদ্ধি ও প্রভাবশালী ব্যক্তির সহায়তা মিলবে। আরও পড়ুন- শীতলষষ্ঠী পালন তো করছেন, এই নিয়মগুলো জানেন তো? কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জন্য আজ বিদেশ যাত্রা ও আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজে শুভ যোগ রয়েছে। আরও পড়ুন- সরস্বতী পুজোর পরদিন কেন খাওয়া হয় গোটা সিদ্ধ? জানুন বিস্তারিত সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকরা ঝুঁকিপূর্ণ কাজে লাভ পেলেও ঋণ দেওয়া এড়িয়ে চলাই ভালো। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের জন্য দাম্পত্য ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং ব্যাংক ও বিমা সংক্রান্ত কাজে লাভ হতে পারে। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জাতকদের অংশীদারি ব্যবসায় উন্নতি ও দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির ক্ষেত্রে সকালে ভুল বোঝাবুঝি থাকলেও দুপুরের পর কর্মক্ষেত্রে সাফল্য আসবে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকদের সকালের দিকে পারিবারিক চাপ থাকলেও দুপুরের পর মেধাভিত্তিক কাজে সাফল্য আসবে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকরা যোগাযোগ ও কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ করতে পারবেন। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের ব্যবসায়িক বাধা কাটবে এবং খাদ্য ব্যবসায় লাভ হবে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের সকালের দিকে স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকতে হবে, তবে দুপুরের পর আয় বৃদ্ধি ও বকেয়া অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের শুভ মুহূর্ত সকাল ৬টা ৫৪ মিনিট থেকে ১০টা ২৯ মিনিট, দুপুর ১টা ২৯ মিনিট থেকে ২টা ১২ মিনিট, সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট থেকে রাত ৯টা ২১ মিনিট পর্যন্ত। চন্দ্র আজ মীন রাশিতে অবস্থান করে দুপুর ১২টা ৪২ মিনিটের পর মেষ রাশিতে প্রবেশ করবে, যার ফলে দিনের দ্বিতীয় ভাগে কর্মজীবন ও আর্থিক বিষয়ে গতি আসবে।
২৫ জানুয়ারি রাশিফল: রবিবার কি পকেট ভরবে বৃশ্চিকের? বাকিদের কেমন কাটবে আজ?
গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি (Ajker Rashifal)? আসুন জেনে নেওয়া যাক।
অবশেষে থামল অশ্বমেধ ঘোড়া, দিল্লি ক্য়াপিটালসের কাছে 'দুরমুশ' আরসিবি
WPL 2026: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) কার্যত দুরমুশ করে দিল দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals)। বরোদার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজিত চলতি মরশুমের ১৫ নম্বর ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গোটা দল একেবারে ফ্লপ হয়ে যায়। চলতি মরশুমে এই প্রথমবার তারা পরাজয়ের সাক্ষী হল। ইতিপূর্বে, আরসিবি টানা ৫ ম্য়াচে জয়লাভ করেছে। কিন্তু, জেমিমা রডরিগসের (Jemimah Rodrigues) নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস সেই বিজয় রথ আটকে দেয়। খুব বেশি রান করতে পারেনি বেঙ্গালুরু এই ম্য়াচে টস জিতে দিল্লি ক্যাপিটালস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত একেবারে সঠিক প্রমাণিত হয়েছে। আরসিবি ব্যাটাররা শুরু থেকেই টলমল পায়ে এগোতে থাকে। এই ম্য়াচে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ৩৪ বলে ৩৮ রান করেন। দলের হয়ে তিনিই সর্বাধিক রান করেন। অন্যদিকে রাধা যাদব ১৭ বলে করেছেন ১৮ রান। আর বাকি ব্যাটাররা সেভাবে নজর কাড়তে পারলেন না। ৮ ব্যাটার তো দুই অঙ্কের রানই স্পর্শ করতে পারেননি। আর তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায়। (বিস্তারিত আসছে...)
Vande Bharat Stone Pelting: উড়ে এল একের পর এক পাথর! ফের হামলার মুখে হাওড়াগামী বন্দে ভারত
Stone Pelted on Vande Bharat: এই ঘটনার সময় যাত্রীদের হইচই পড়ে যায়। তৈরি হয় আতঙ্ক। প্রাণ বাঁচাতে কামরার মধ্যেই ছোটাছুটি করতে শুরু করে দিয়েছিলেন যাত্রীরা। কিন্তু হামলা চালাল কারা? গত দু'সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার কটকের কাছে হামলার মুখে পড়ল বন্দে ভারত।
রেল লাইনে শুয়ে কেন এভাবে চলল প্রতিবাদ
এসআইআরে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে বর্ধমান স্টেশনে চত্ত্বরে বিক্ষোভ চলল শনিবার। হাতে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হলেন পূর্ব বর্ধমানের মানুষজন। স্টেশনের ভিতরে ঢুকতে গেলে বাধা দেয় আরপিএফ। বাধা পেরিয়ে বর্ধমান স্টেশনের ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। রেল লাইনে বসে পড়েন আন্দোলনকারীরা।
Unmapped List of SIR: কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল, যুক্তিগত অসঙ্গতির কারণে ১.৩৬ কোটি ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের শুনানির জন্য তলব করা হবে। তবে পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৯৮ লক্ষে। সেই তালিকা ধরেই ভোটারদের শুনানি নোটিস পাঠানো হয়েছিল। যা নিয়ে সরব হয় তৃণমূল-সহ একাধিক দল। শুনানির নামে হয়রানি হচ্ছে বলেই দাবি করে তাঁরা।
রাস্তা আটকে ধাক্কা মেরে, গলা টিপে ধরে… যা তা কাণ্ড কাঁথিতে
পুরো বিষয়টি নিয়ে তীব্র আক্রমণ সানিয়েছেন কাঁথি জেলা বিজেপি সহ সভাপতি অসীম মিশ্র। পরে সাফাই দিয়ে কাঁথির আমিন সোহেল এই মৎস্যজীবী নেতার দাবি কাঁথির জুনপুটের বগড়ান জলপাই এলাকায় সরু রাস্তায় আমার গাড়ির পিছনে ওই বাইক আরোহী রীতিমতো হর্ন বাজায় তাঁর গাড়ির চালককে মারধর করে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সংঘাতের মাঝে এবার এন্ট্রি নিল পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (ICC) তীব্র আক্রমণ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নাকভি। আইসিসি-র এই আচরণকে ‘দ্বিচারিতা’ বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রয়োজনে পাকিস্তানও ২০২৬ বিশ্বকাপ বয়কট করতে পারে। শনিবার এক সাক্ষাৎকারে মহসিন […] The post Mohsin Naqvi | তবে কি পাকিস্তানও খেলবে না টি-টোয়েন্টি বিশ্বকাপ? বাংলাদেশের বিদায়ে মহসিন নাকভির ‘প্ল্যান বি’ ঘিরে রহস্য appeared first on Uttarbanga Sambad .
Gold and Silver Price: রূপা ৩ লক্ষ ৪০ হাজার পার, বিরাট লাফ সোনার দামে, ছুঁলেই ছ্যাঁকা...
Gold and Silver Price: দেশে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম। ২৪ জানুয়ারি রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে পৌঁছেছে ১ লক্ষ ৫৭ হাজার ৩১০ টাকায়। আন্তর্জাতিক বাজারেও সোনার দামে রেকর্ড বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। সোনার স্পট দাম প্রতি আউন্সে বেড়ে সর্বকালীন উচ্চতা ৪,৯৬৭.৪১ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগকারীদের চাহিদার জেরেই সোনার দামে এই তীব্র ঊর্ধ্বগতি। আরও পড়ুন- স্মার্টফোনই পুরোহিত মশাই! মন্ত্র থেকে আচার, AI প্রযুক্তিতে বিদ্যাদেবীর আরাধনা করে তাক লাগাল এই পরিবার দেশের বিভিন্ন বড় শহরেও সোনার দাম বেড়েছে। দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ২১০ টাকা। মুম্বই, চেন্নাই ও কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫৭ হাজার ১৬০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ০৬০ টাকা। পুনে ও বেঙ্গালুরুতেও একই দরে সোনা বিক্রি হচ্ছে। আহমেদাবাদ ও ভোপালে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ২১০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ১১০ টাকা। জয়পুর, লখনউ ও চণ্ডীগড়ে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৩১০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ২১০ টাকা। আরও পড়ুন- তুখোড় বুদ্ধির জের, এলোপাথাড়ি গুলির মাঝেই প্রাণরক্ষা তিন শিশুর, শিউরে ওঠা কাণ্ড কোথায় জানেন? সোনার পাশাপাশি রূপার দামেও বিরাট লাফ লক্ষ্য করা গেছে। ২৪ জানুয়ারি দেশীয় বাজারে রূপার দাম প্রতি কিলোগ্রামে বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ১০০ টাকা। আন্তর্জাতিক বাজারে রূপার স্পট দাম প্রতি আউন্সে পৌঁছেছে ৯৯.৪৬ ডলারে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বিনিয়োগ চাহিদা বৃদ্ধির প্রভাবেই দেশীয় বাজারে সোনা ও রূপার দামে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আরও পড়ুন- ফের SIR নিয়ে কমিশনকে নিশানা, আরও বেপরোয়া তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম
Calcutta High Court: প্রয়াত নারায়ণ দেবনাথের হাঁদা-ভোঁদাদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
High Court on Narayan Debnath Work: এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রকাশনা সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপায় নিম্ন আদালত। সাফ জানিয়ে দেয়, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াত নারায়ণ দেবনাথের কোনও সাহিত্য বা শিল্পকর্ম ছাপানো, প্রকাশ করা বা বিক্রি করা যাবে না। বইমেলার ঠিক আগে এই নির্দেশ পেয়ে মাথায় হাত পড়ে প্রকাশনা সংস্থার কর্তৃপক্ষের।
‘অবিলম্বে আমিষ ফেরান…’, তীব্র নিন্দা কুণাল ঘোষের
হাওড়া থেকে যে বন্দে ভারত স্লিপার ট্রেন অসমের উদ্দেশে রওনা হচ্ছে, সেই ট্রেনে শুধুমাত্র নিরামিষ থালি দেওয়া হচ্ছে যাত্রীদের। এই ইস্যুতেই তৃণমূল-বিজেপি চাপান-উতোর শুরু হয়েছে। তবে যাত্রীরা অনেকেই পরিষেবায় খুশি, তাঁদের কাছে আমিষ বা নিরামিষটা কোনও ইস্যু নয়। তাঁদের বক্তব্য, খাবার ভাল হলেই হল।
রিসেপশনে হুবহু বৌদির সাজ নকল! চরম ট্রোলের মুখে কী বলছেন নূপুরের ননদ
মুম্বইয়ে তাঁদের বিয়ের রিসেপশনে বৌদির মতো হুবহু এক পোশাক পরে আসেন নূপুরের ননদও অর্থাৎ স্টেবিনের বোন। আর তারপর থেকেই স্টেবিনের বোনকে নিয়ে চলছে নেটপাড়ায় চরম ট্রোলিং।
দেখুন কী অবস্থা! ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল ১৫ ফুট রেললাইন
ভয়াবহ বিস্ফোরণ। উড়ে গিয়েছে রেল লাইনের একটা বড় অংশ। লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি মালগাড়ি। আহত লোকোপাইলট। বিস্ফোরণ এতটাই জোরদার ছিল যে রেললাইনের ১৫ ফুট উড়ে গিয়েছে। পরিষ্কার সামনে এসেছে সেই ছবি। ওই সময়ই ট্র্য়াক দিয়ে আসছিল একটি মালগাড়ি। বিস্ফোরণের জেরে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক। অল্প আঘাত পেয়েছেন তিনি।
এবার ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর সন্ধানে সোনাদা, রহস্য সমাধানে এবারও সঙ্গী কি সেই ‘আবির-ঝিনুক’?
নতুন রহস্য সমাধানে ফের ময়দানে নামছে 'সোনাদা' থুরি গোয়েন্দা 'সোনাদা' রূপে আবির। পলাশপ্রিয়ার আরাধনার আবহেই হয়ে গেল এই ছবির শুভ মহরৎ।
রাতের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! ব্যাহত ব্লু লাইনের পরিষেবা, ফেরার পথে ভোগান্তিতে যাত্রীরা
দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মিলছে মেট্রো পরিষেবা।
Pro Wrestling League: দেশের প্রাণকেন্দ্রে বসেছে কুস্তির মহোৎসব PWL, যোগ দিয়েছেন ‘বাহুবলী’রা
PWL in India: মোট ১৩ দিনের লিগে ১৫টি ম্যাচ হবে। যাদের মধ্য়ে জয়ী চার দল যাবে সেমি-ফাইনালে। যা হবে আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি। সেই দিন বাছাই করা হবে সেরা দুইকে। তারপর সেই নির্বাচনের ভিত্তিতে আগামী পয়লা ফেব্রুয়ারি দ্বৈরথ নামাবে শীর্ষ দুই দল।
‘চিনের সঙ্গে বাণিজ্যচুক্তি করলে…’, এবার কানাডার উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের
কিছুদিন আগেই চিন সফরে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। ওয়াশিংটনের উপর নির্ভরতা কমাতে চিনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করতে তিনি সম্মত হয়েছেন।
শাস্ত্র মতে বিদ্যার দেবী হলেন সরস্বতী। কিন্তু কালের নিয়মে সেই দেবী কার্যত যেন প্রেমের দেবীতে পরিণত হয়েছেন। তাই সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে 'ভ্যালেন্টাইন্স ডে’। তারই প্রতিচ্ছবি পূর্বের বছর গুলির মতো এই বছরও সরস্বতী পুজোর পরদিন দেখা গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে। বসন্তের এই দিনটাকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র-ছাত্রীরা এক অন্য প্রেমের দিনের রূপ দিলেন। তত্ত্বের ডালি আদান প্রদানের মধ্য দিয়েই তার প্রকাশ প্রস্ফুটিত হল । নির্দয়, অত্যাচারী, ফ্যাসিস্ট! ইউনূসকে 'ভয়ঙ্কর' আক্রমণ, মানুষের করুণ আর্তনাদে মন কেঁদে উঠল হাসিনার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ চত্বরে রয়েছে একগুচ্ছ ছাত্রাবাস এবং ছাত্রীনিবাস। প্রতিবছর সরস্বতী পুজোয় আনন্দ উৎসবে মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কয়েক দশকের ঐতিহ্য মেনে ছাত্র ও ছাত্রীদের মধ্যে তত্ত্ব আদান প্রদান করে সরস্বতী পুজোকে কেন্দ্র করে । তারই এক ফাঁকে সেরে ফেলা হয়ে যায় একে অপরের হাত ধরে মন দেওয়া নেওয়ার পর্ব। বিষয়টা অনেকটা যেন চকোলেট, মিষ্টি,ফুল ইত্যাদি উপহার দেওয়ার মোড়কে মনের কথা ও ভালবাসার সম্পর্ক তৈরির বীজ বপনের এক অনন্য প্রয়াস। West Bengal Weather: লেপ-কম্বল কি এবার সত্যিই আলমারিতে? রবিবার থেকেই আবহাওয়ায় বড় চমক! গোলাপবাগ ক্যাম্পাসে রয়েছে গার্গী, নিবেদিতা, সরোজিনী এবং মীরাবাঈ প্রভৃতি নামের ছাত্রীবাস (হোস্টেল)। আর রয়েছে চিত্তরঞ্জন, অরবিন্দ, নেতাজি, বিবেকানন্দ এবং রবীন্দ্র নামের ছাত্রাবাস। এমনিতে সারাবছর ছেলেদের হোস্টেলে মেয়েদের আর মেয়েদের হোস্টেলে ছেলেদের ঢোকার ক্ষেত্রে কড়াকড়ি থাকে। ব্যতিক্রম থাকে শুধুমাত্র সরস্বতী পুজোর কটা দিন। সত্তরের দশক থেকে রীতিমেনে সরস্বতী পুজোর পরের দিনটায় ছাত্র ছাত্রীদের একে অপরের আবাসে যাবার বিধি নিষেধের বাঁধন ছিন্ন থাকে তত্ত্ব আদান প্রদানের জন্য। পরস্পরের আবাসে পৌছে যাবার এই দিনটিকে ঐতিহ্যের উৎসবের মতন করে পালন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। শাসকদলের হুকুমেই কি চুপ পুলিশ? বিডিও অফিসের ‘আসল ছবি’ দেখালেন বিরোধী দলনেতা! বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাস এদিন অর্থৎ শনিবার সকাল থেকে প্রেম মূর্ছনায় ভাসতে শুরু করে। বেলা গড়াতেই সুন্দর সাজে সজ্জিত হয়ে ছাত্রীরা হাতে ফুল,মিষ্টি ও উপহারের দিয়ে সাজানো তত্ত্ব নিয়ে ছাত্রাবাসের উদ্দেশ্যে রওনা দেয় । তত্ত্ব নিয়েই সটান ছাত্রাবাসে পৌছে যায় ছাত্রীরা। এরপর একই কায়দায় ছাত্ররাও তত্ত্ব হাতে নিয়ে ছাত্রীবাসে ঢোকে। রীতিমত ঢাক, কাঁসর ঘন্টা বাজিয়ে ছাত্র-ছাত্রীরা তত্ত্ব আদান প্রদান সারেন। যাকে অনেকে আবার বলেন,’এটা হল ঐতিহ্যের মোড়কে ক্যাম্পাসে ’বসন্তের দ্যুতি’ ছড়ানো’। প্রজাতন্ত্র দিবসের আগেই কলকাতায় বড় অঘটন! রেড রোডে মহড়া চলাকালীন হুলস্থুল কাণ্ড এই রীতি কবে, কেন চালু হয়েছিল তা স্পষ্ট করে কেউ বলতে পারেন নি।তবে অনেকেই মনে করেন,“সত্তরের দশকে এই রীতি রেওয়াজের সূচনা হয়েছিল“। এর কারণ হিসাবে মনে করা হয়,“বছরের অন্য সময় ছাত্রী আবাসনে ছাত্রদের প্রবেশের খুব একটা সুযোগ থাকে না। শুধুমাত্র সরস্বতী পুজোর সময় এক আবাসন থেকে অন্য আবসনে যাওয়ার ’রুদ্ধদ্বার’ খোলা হয়।। তার দৌলতেই সরস্বতী পুজোর পরের দিনটা তত্ত্ব আদান প্রদানের মাধ্যমে মনের মানুষের একটু কাছাকাছি আসার সুযোগ তৈরি হয়ে যায়। যদিও ছাত্র-ছাত্রীদের মতে,“এদিনের অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুত্বের সুসম্পর্ক আরও নিবিড় হয়“। তবে যে যাই বলুক, বসন্তের এই দিনতো প্রেমেরই দিন। তাই প্রেম নিবেদনের সুবর্ণ সুযোগ এদিন পড়ুয়াদের কেউই হাতছাড়া করতে চাইলেন না এদিন তত্ত্ব আদান প্রদানে অংশ নেওয়াদের মধ্যে সৌম্যদীপ মণ্ডল ও পপি দাস বলেন,“সরস্বতী পুজোকে সামনে রেখে এবছর তত্ত্ব আদান প্রদান খুব ভালো ভাবে করা গেছে’। মনের মানুষের সঙ্গে মনের ভাব বিনিময় সার্থক ভাবে হওয়ায় এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দে উছাসের প্রকাশ ছিল বাঁধভাঙা। মুর্শিদাবাদে বাবরি তো শান্তিপুরে রাম! ভোটের আগে ৯০ কিলোমিটারের মধ্যে শুরু হলো হাইভোল্টেজ 'ধর্মযুদ্ধ'?
Women Health After 50: অর্ধশতবর্ষে পা দেওয়ার সঙ্গে অনেক মহিলার মনেই একটা ভয় কাজ করে—এবার বুঝি শরীর আর আগের মত থাকবে না। অথচ চিকিৎসকদের মতে, ৫০-এর পরের সময়টাই হতে পারে জীবনের সবচেয়ে সচেতন, সুস্থ এবং ভারসাম্যপূর্ণ অধ্যায়। এই বয়সে শরীরে কিছু স্বাভাবিক পরিবর্তন আসে ঠিকই, কিন্তু সঠিক অভ্যাস গড়ে তুললে রোগের ঝুঁকি কমিয়ে দীর্ঘদিন সুস্থ থাকা সম্ভব। মেনোপজের পর শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা কমে যায়। এর প্রভাব পড়ে বিপাকক্রিয়া, হাড়ের ঘনত্ব, পেশির শক্তি এবং হৃদ্যন্ত্রের ওপর। অনেকের ক্ষেত্রে পেটের মেদ বাড়ে, হাড় দুর্বল হয়, ক্লান্তি বা ঘুমের সমস্যা দেখা দেয়। তবে এগুলিকে বয়সজনিত অনিবার্য সমস্যা ভাবার কোনও কারণ নেই। আরও পড়ুন- এবছর ৭৭ না ৭৮তম প্রজাতন্ত্র দিবস? বিশেষজ্ঞদের মতে, এই সময় দৈনন্দিন ছোট অভ্যাসই সবচেয়ে বড় ওষুধের কাজ করে। কী খাবেন, কতটা হাঁটবেন, কতটা ঘুমোবেন—এই সিদ্ধান্তগুলিই নির্ধারণ করে ভবিষ্যতের স্বাস্থ্য। ৫০-এর পর নিয়মিত শরীরচর্চা সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসগুলির একটি। ভারী ব্যায়াম নয়, নিয়মিত হাঁটা, হালকা যোগাসন, স্ট্রেচিং বা শক্তি বাড়ানোর ব্যায়াম পেশি ক্ষয় রোধ করে এবং হাড় মজবুত রাখে। এতে অস্টিওপোরোসিস ও হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে। আরও পড়ুন- উচ্চশিক্ষায় সফল হন, পরিশ্রম বিফলে যায় না! এই ৫ রাশি দেবী সরস্বতীর বিশেষ কৃপাপ্রাপ্ত খাদ্যাভ্যাসেও এই বয়সে সচেতন হওয়া জরুরি। প্রতিদিনের খাদ্যতালিকায় আঁশযুক্ত শাকসবজি, ফল, পর্যাপ্ত প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট রাখা প্রয়োজন। অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমালে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে। খাবার যেন শুধু পেট ভরানোর জন্য না হয়ে শরীরকে পুষ্ট করার মাধ্যম হয়, সেদিকে নজর রাখা দরকার। আরও পড়ুন- শীতলষষ্ঠী পালন তো করছেন, এই নিয়মগুলো জানেন তো? জল পান করার অভ্যাস অনেকেই বয়স বাড়ার সঙ্গে কমিয়ে দেন। অথচ এই বয়সে শরীরের জলশূন্যতা দ্রুত হয়। পর্যাপ্ত জল হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং ত্বক ও অঙ্গপ্রত্যঙ্গ সুস্থ রাখে। ঘুমের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা গভীর ঘুম শরীরকে পুনরুজ্জীবিত করে, স্মৃতিশক্তি ভালো রাখে এবং মানসিক ভারসাম্য বজায় রাখে। ঘুমের অভাব হলে হরমোনের ভারসাম্য আরও বিঘ্নিত হয়। আরও পড়ুন- সরস্বতী পুজোর পরদিন কেন খাওয়া হয় গোটা সিদ্ধ? জানুন বিস্তারিত মানসিক চাপ নিয়ন্ত্রণ করা ৫০-এর পর সুস্থ থাকার আরেকটি বড় চাবিকাঠি। ধ্যান, প্রার্থনা, শ্বাসের ব্যায়াম বা নিজের পছন্দের কাজে সময় দিলে কর্টিসল হরমোনের মাত্রা কমে, যা ওজন বৃদ্ধি ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এই বয়সে সামাজিক যোগাযোগও ভীষণ জরুরি। পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নতুন কিছু শেখা বা সমাজের সঙ্গে যুক্ত থাকা একাকীত্ব দূর করে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখে। গবেষণায় দেখা গেছে, সামাজিকভাবে সক্রিয় মানুষ দীর্ঘদিন সুস্থ থাকেন। সবচেয়ে বড় কথা, ৫০-এর পর জীবন থেমে যায় না। বরং এই সময়টাই নিজের যত্ন নেওয়ার সেরা সুযোগ। সচেতন সিদ্ধান্ত, ইতিবাচক মনোভাব এবং প্রতিদিনের ছোট অভ্যাসই পারে এই অধ্যায়কে শক্তি, স্বচ্ছতা ও সুস্থতায় ভরিয়ে তুলতে। সতর্কতা এই প্রতিবেদনটি সাধারণ তথ্য ও বিশেষজ্ঞ মতামতের ওপর ভিত্তি করে তৈরি। নতুন কোনও অভ্যাস শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
Beldanga: বেলডাঙার পরিযায়ী মৃত্যুর কারণ আত্মহত্যা, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য
Beldanga Case: বেলডাঙা থেকে এক অ্য়াসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানা এলাকায় পাঠানো হয়। সেখানেই ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় আলাউদ্দিনকে ঝুলন্ত অবস্থা পাওয়া গিয়েছিল। তারপর বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়।
বেঙ্গল সুপার লিগে মেদিনীপুরকে ৮ গোল, চারে উঠলেও এখনও নকআউট নিশ্চিত নয় নর্থবেঙ্গলের
বেঙ্গল সুপার লিগে একপেশে লড়াই দেখল ফুটবলপ্রেমীরা। এফসি মেদিনীপুরকে গোলের মালা পরাল নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি।
‘মেঘাবুরু’অপারেশনে হাত ফসকে গেলেন আকাশ-মিসির! মাও দমনে সারান্ডার জঙ্গলে ‘লুকোচুরি’শেষ
টানা ৭২ ঘন্টা ধরে ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে 'মেঘাবুরু' অভিযানে ১৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ও মাওবাদীদের ব্যবহৃত জিনিসপত্র।তবে এক্স হ্যান্ডলে অমিত শাহর পোস্টের পর নিহত মাও কমান্ডার সমীরের বাড়িতে জানানোই হয়নি মৃত্যুসংবাদ।
Diabetic Peripheral Neuropathy |পেরিফেরাল নার্ভে ডায়াবিটিসের প্রভাব
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনেক সময় দেখা যায়, বাড়ির বয়স্ক ব্যক্তিরা আঘাত লাগলে ঠিকমতো বুঝতে পারছেন না। কখনও বা তাঁদের হাত থেকে পড়ে যাচ্ছে জিনিসপত্র, কখনও বা এটা-ওটা ভুলে যাচ্ছেন। এই ধরনের ঘটনা পেরিফেরাল নিউরোপ্যাথি নামক স্নায়ুর রোগের ইঙ্গিত হতে পারে (Diabetic Peripheral Neuropathy)। বিশেষ করে ডায়াবিটিকদের এই রোগের ঝুঁকি বেশি। লিখেছেন নেওটিয়া গেটওয়েল মাল্টিস্পেশালিটি […] The post Diabetic Peripheral Neuropathy | পেরিফেরাল নার্ভে ডায়াবিটিসের প্রভাব appeared first on Uttarbanga Sambad .
Oil |‘হার্ট ফ্রেন্ডলি’ তেলে শরীরের বারোটা বাজাচ্ছেন না তো
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাজারের ব্যাগে ঝকঝকে প্যাকেট। তাতে বড় বড় হরফে লেখা ‘রিফাইন্ড’ বা ‘পরিশোধিত’। আমরা ভাবি, এই তেল মানেই বুঝি হার্টের সুরক্ষা আর ঝরঝরে শরীর। শিলিগুড়ি থেকে মালদা, কোচবিহার থেকে জলপাইগুড়ি – মধ্যবিত্তের রান্নাঘরে সর্ষের তেলের বদলে জায়গা করে নিয়েছে সাদা তেল বা রিফাইন্ড ভেজিটেবল অয়েল। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, আপনার শখের ‘লাইট’ […] The post Oil | ‘হার্ট ফ্রেন্ডলি’ তেলে শরীরের বারোটা বাজাচ্ছেন না তো appeared first on Uttarbanga Sambad .
SIR in Bengal: শুনানির তথ্য আপডেট না হওয়ায় ERO, AERO-দের সতর্কবার্তা
Election Commission: শুনানির তথ্য নিয়মিত আপডেট হচ্ছে না কমিশনের পোর্টালে। ERO, AERO-দের সতর্ক করল নির্বাচন কমিশন। এই তথ্য যথাসময়ে আপলোড হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। গড়িমসি লক্ষ্য করতেই এই বার্তা নির্বাচন কমিশনের। আনম্যাপড, লজিক্যাল ডিক্রিপেন্সি সংক্রান্ত তথ্য দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
Arthritis Pain |ঠান্ডায় বাতের ব্যথা সামলাবেন যেভাবে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:শীতকাল যতটা আরামদায়ক, ততটা কষ্টেরও। বিশেষ করে আরথ্রাইটিস বা বাতের রোগীদের কাছে এই মরশুম বেশ অস্বস্তির (Arthritis Pain)। কারণ, যে ব্যথা গরমকালে অত ভোগায় না, সেই ব্যথাই শীতকালে যেন অসহনীয় হয়ে ওঠে। এমনটা হওয়ার কারণ এবং শুরুতেই এর মোকাবিলা করার উপায় জানলে দীর্ঘমেয়াদি ক্ষতি ও পরনির্ভরতা এড়ানো সম্ভব। লিখেছেন কলকাতার এশিয়ান ইনস্টিটিউট […] The post Arthritis Pain | ঠান্ডায় বাতের ব্যথা সামলাবেন যেভাবে appeared first on Uttarbanga Sambad .
রাতারাতি ভোলবদল! মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘পথসাথী মোটেল’ এবার থানায় রূপান্তর, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
পূর্ব বর্ধমানের শক্তিগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ও সাধের প্রকল্প ‘পথসাথী মোটেল’ শেষ পর্যন্ত থানায় রূপান্তরিত হওয়ায় জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে শক্তিগড় থানার উদ্বোধন করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে শক্তিগড় ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’-তে কত নাম বাদ? সুপ্রিম নির্দেশের পর আজই তালিকা প্রকাশ কমিশনের? দূরপাল্লার যাত্রীদের, বিশেষ করে মহিলাদের কথা মাথায় রেখে রাজ্য ও জাতীয় সড়কের ধারে সুলভ মূল্যে খাবার, নিরাপদ বিশ্রাম, রাত্রিযাপন এবং পরিষ্কার শৌচাগারের ব্যবস্থা করতেই মুখ্যমন্ত্রী ‘পথসাথী মোটেল’ প্রকল্পের সূচনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে ২০১৮ সালে পথসাথী মোটেল নির্মাণ করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত ও আবাসন দপ্তরের উদ্যোগে এবং তৎকালীন বর্ধমান-২ ব্লকের বিডিও কমলিকা ভট্টাচার্যের তত্ত্বাবধানে মোটেলটি চালু হয়। পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে। অল্প সময়ের মধ্যেই খাবারের গুণমান ও পরিষেবার জন্য মোটেলটি জনপ্রিয়তা পায় এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রোজগারও ভালোই চলছিল। রাজ্যে ডিজিপি নিয়োগ নিয়ে ফের নতুন বিতর্ক, রাজীব কুমারের নাম সুপারিশেই 'তোলপাড়'! তবে কোভিড পরবর্তী সময়ে নানা সমস্যার মুখে পড়ে পথসাথী মোটেল। দীর্ঘদিন বন্ধ থাকার পর সেটি আর চালু করা সম্ভব হয়নি। এক পর্যায়ে পর্যটন দপ্তর দায়িত্ব নিলেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। শেষ পর্যন্ত প্রশাসনিক সিদ্ধান্তে শক্তিগড়ের পথসাথী মোটেলকে থানায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে ডিজি রাজীব কুমার মন্তব্য করতে অস্বীকার করে বলেন, যা বলার তা জেলা পুলিশ সুপারই বলবেন। অন্যদিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সায়ন দাসও মন্তব্য এড়িয়ে যান। বাংলায় বিধানসভা নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প থানায় রূপান্তরিত হওয়াকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র এই ঘটনাকে ‘মুখ্যমন্ত্রীর তুঘলকী সিদ্ধান্তের ফল’ বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, অপরিকল্পিতভাবে কোটি কোটি টাকা খরচ করে পথসাথী মোটেল তৈরি করা হয়েছিল। উদ্দেশ্য সফল না হওয়ায় শেষ পর্যন্ত সেটিকে থানায় রূপান্তরিত করা হয়েছে। শক্তিগড়ের ‘মিষ্টি হাব’ ও পথসাথী মোটেলের মতো প্রকল্পগুলি সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছু নয় বলেও দাবি করেন তিনি। যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দলের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, পথসাথী মোটেল চালু হওয়ার পর থেকেই তা তেমনভাবে সফল হয়নি। পরে পর্যটন দপ্তর অধিগ্রহণ করলেও ভালোভাবে চলেনি। তাই প্রশাসনিক প্রয়োজনেই সেখানে থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলা শুরু! ভোটের কৌশল নির্ধারণে ভার্চুয়াল বৈঠক অভিষেক, দিলেন বড় নির্দেশ
শুভেন্দুর সভার আগের দিন মণ্ডপ থেকে সরস্বতীর মূর্তি চুরির চেষ্টা বিজেপি কর্মীর! চাঞ্চল্য নদিয়ায়
মণ্ডপ থেকে রাতের অন্ধকারে সরস্বতীর প্রতিমা চুরির চেষ্টা বিজেপি কর্মীর! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। ঘটনা জানাজানি হতেই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিন চাপানউতোড়। আগামী কাল, রবিবার ফুলিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার কথা।
SIR Hearing: যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদকে শুনানিতে ডাকল নির্বাচন কমিশন
Mimi Chakraborty: মিমি বলছেন, “আমার কাছে নোটিস এসেছে। ৩১ তারিখ আমি যাচ্ছি। কসবা বিধানসভা কেন্দ্রে যে স্কুলে আমি ভোট দিই সেখানেই মনে হয় যেতে হবে। আমি অবশ্যই যাচ্ছি। যা যা তথ্য ওদের লাগবে সবই আমি নিয়ে যাব।” প্রসঙ্গত, এর আগে দেবের পাশাপাশি ক্রিকেটর মহম্মদ সামিরও ডাক পড়েছিল এসআইআর শুনানিতে।

11 C