এবার আর সংখ্যাতত্বের কচকচানি নয়, শাহর লক্ষ্য দুই-তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা
তিন দিনের বঙ্গ সফরে এসে মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ভয় ও দুর্নীতি এখন বাংলার পরিচয়ে পরিণত হয়েছে।” অবৈধ অনুপ্রবেশ, আইনশৃঙ্খলা, নারীদের নিরাপত্তা এবং দুর্নীতির একাধিক ইস্যুতে তিনি রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। আরও পড়ুন- Amit Shah: “২০২৬-এ সরকার বদল অবশ্যম্ভাবী!” নারী নিরাপত্তা থেকে শিল্পায়ন, তৃণমূলকে তুলোধনা অমিত শাহের অমিত শাহর দাবি, আগামী বছরের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিই সরকার গঠন করবে। তাঁর কথায়, “আমি আগেই বলেছি, আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ব এটাই আমাদের লক্ষ্য।” তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর বিজেপি একাধিক রাজ্যে সরকার গঠন করেছে এবং নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর গত দু’বছর দলের জন্য ইতিবাচক সময়। “বিজেপির কাছে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানেও আমরা সরকার গঠন করব,” বলেন শাহ। তবে এবার আর সংখ্যাতত্বের কথা বলেননি শাহ। আরও পড়ুন - হাওড়া–শিয়ালদহ শাখায় বড় বদল! ১ জানুয়ারি থেকে বদলাচ্ছে লোকাল ট্রেনের টাইম টেবিল কিভাবে ধাপে ধাপে এরাজ্যে পদ্মশিবির ক্ষমতায় আসতে চলেছে সেই ব্যাখ্যাও দিয়েছেন এককালের বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিনের ভাষণে অমিত শাহ ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত বাংলায় বিজেপির ভোট শতাংশ ও আসন বৃদ্ধির পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি জানান, ২০১৪ সালে বিজেপি ১৭ শতাংশ ভোট পেয়ে ২টি আসন পেয়েছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ছিল ১০ শতাংশ ভোট ও ৩টি আসন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোট বেড়ে হয় ৪১ শতাংশ এবং আসন ১৮টি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৩৮ শতাংশ ভোট ও ৭৭টি আসন। ২০২৪ সালের লোকসভায় ভোট ছিল ৩৯ শতাংশ এবং আসন ১২টি। এই ধারাবাহিক ভোটের শতাংশ বৃদ্ধির ভিত্তিতেই শাহের দাবি, ২০২৬ সালে দুই-তৃতীয়াংশ আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি। আরও পড়ুন- SIR-এ নাম বাদ? কীভাবে নাম তুলবেন তালিকায়? বড় কৌশলের ঘোষণা মমতার এর আগে ২০২৪ সালে বাংলা থেকে ৩৫টির বেশি লোকসভা আসন জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন অমিত শাহ। যদিও মাত্র ১২ আসন নিয়েই বিজেপির জয়রথ সেবার থমকে যায়। তার আগে ২০২১-এর বিধান সভা নির্বাচনে ২০০ আসন জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিলেও ৭৭ আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে বঙ্গ বিজেপিকে। যদিও এনিয়ে বারে বারে তৃণমূল নেতৃত্বের ব্যাঙ্গ বিদ্রুপের মুখে পড়েছে গেরুয়া শিবির। এবার আর সংখ্যার লক্ষ্যমাত্রায় হাঁটলেন না শাহ। দুবার ধাক্কা হয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আসন ভিত্তিক পরিসংখ্যানে না গিয়ে দুই-তৃতীয়াংশ আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ। যদিও এদিন শাহের মন্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। । দলের শীর্ষ নেতা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “অমিত শাহ ফাঁকা দাবি করছেন। বিজেপি বিধানসভা নির্বাচনে ৫০ আসনের গণ্ডিও পার করতে পারবে না।” তাঁর দাবি, ২০২৬ সালের নির্বাচনে বিজেপিকে ভরাডুবির মুখে পড়তে হবে এবং রাজ্যের মানুষ সেই রায়ই দেবেন। আরও পড়ুন- offbeat destinations: ভাইরাল হওয়ার আগেই জেনে রাখুন কার্শিয়ঙের এই লুকোনো স্বর্গ! প্রকৃতিপ্রেমীদের নতুন ঠিকানা এদিন নারী নিরাপত্তা ইস্যুতেও তৃণমূল সরকারকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ বলেন, “সরকারিভাবে বলা হয়েছে, সন্ধ্যা ৭টার পর মহিলারা বাড়ির বাইরে বেরোবেন না। আমরা কোন যুগে বাস করছি? এটা কি মুঘল যুগ?” তিনি আরও বলেন, “এটা স্বাধীন ভারত। মহিলারা যখন খুশি নিরাপদে বাইরে বেরোতে পারেন। এটা তাঁদের সাংবিধানিক অধিকার। এই ন্যূনতম নিরাপত্তা দিতে রাজ্য সরকার ব্যর্থ।”শাহের এই মন্তব্যের পাল্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের বরিষ্ঠ নেতা ও মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, “অমিত শাহ দুর্গাপুজো বা বড়দিনের সময় বাংলায় এসে দেখুন, কীভাবে হাজার হাজার মহিলা নিরাপদে রাস্তায় বেরিয়ে উৎসবে অংশ নেন।” তাঁর দাবি, কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটলে রাজ্য প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।শশী পাঁজা আরও অভিযোগ করেন, নারী নিরাপত্তা নিয়ে বিজেপির নৈতিক অধিকার নেই। তাঁর কথায়, “বিলকিস বানোর ধর্ষকদের বিজেপির কর্মীরাই মালা পরিয়েছে। কুলদীপ সেঙ্গার ও ব্রিজভূষণ শরণ সিংয়ের মতো অভিযুক্তদের আপনার দলই আড়াল করেছে। তাই অমিত শাহের নারী নিরাপত্তা নিয়ে ভাষণ দেওয়া উচিত নয়।” তিনি আরও বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ‘অপরাজিতা বিল’ পাশের পথে কেন্দ্রের বিজেপি সরকারই বাধা সৃষ্টি করেছে। আরও পড়ুন- Khaleda Zia: গৃহবধূ থেকে ক্ষমতার সিংহাসন! খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপন্যাস তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারও শাহের বক্তব্যের সমালোচনা করে বলেন, বিজেপি কখনওই ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে না এই দাবি বাস্তবের সঙ্গে সঙ্গতিহীন। তাঁর বক্তব্য, “২০১৯ ও ২০২৪ দুই নির্বাচনেই বিজেপি মন্দির-মসজিদ রাজনীতি করেছে। এই বিভাজনের রাজনীতি আবারও বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে।”
Battle of Galwan |‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে আপত্তি চিনের! অভিনেতার পাশে দাঁড়িয়ে কী বার্তা দিল ভারত?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তির আগেই বিতর্কে। সলমন খান (Salman Khan) অভিনীত এই সিনেমা নিয়ে চিনের আপত্তিকে উড়িয়ে অভিনেতার পাশেই দাঁড়িয়েছে মোদি সরকার। প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে ভারতের কড়া জবাব, ‘সিনেমার মাধ্যমে গল্প বলা স্বাধীনতারই অবিচ্ছেদ্য অঙ্গ। সরকারের এখানে কোনও ভূমিকা নেই।’ ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle of Galwan) নিয়ে চিনা সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ […] The post Battle of Galwan | ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে আপত্তি চিনের! অভিনেতার পাশে দাঁড়িয়ে কী বার্তা দিল ভারত? appeared first on Uttarbanga Sambad .
ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ঘটে চলা একের পর এক হামলার ঘটনা প্রসঙ্গে আজ বাঁকুড়ার সভা থেকে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। মমতা এদিন অমিত শাহকে নিশানা করে বলেন, বাংলায় যখন আসেন কি খান আমার দেখতে ইচ্ছা করে। বাংলার খাবার আবার ওদের ভালোলাগে না। বাংলার মেয়েদের ঘরের খাবার খেয়েছেন? বাংলার খাবারের যা স্বাদ তা আর কোথাও নেই। হোটেল থেকে কিনে আনলেন তফসিলি বাড়িতে খেয়ে বললেন আমি তফসিলি বাড়িতে খেয়েছি। আর আজ সেই নমশুদ্র মতুয়া, রাজবংশী, হিন্দু, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে'। আরও পড়ুন- Khaleda Zia Death News LIVE Updates: 'ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে তাঁর অবদান অবিস্মরণীয়', খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তায় লিখলেন মোদী ভাষণের শুরুতেই SIR ইস্যুতে সুর চড়ান দলনেত্রী। এসআইআরের শুনানিতে বৃদ্ধদের ডাকা হচ্ছে। গরীব মানুষদের অযথা হয়রানি করা করা হচ্ছে, অভিযোগ মমতার। BLA-এ দের শুনানিতে কেন ঢুকতে দেবে না, সেই প্রশ্ন তুলে কমিশনকে নিশানা তৃণমূল সুপ্রিমোর। বাঁকুড়ার সভা থেকে মমতা এদিন বলেন, 'SIR মানে সর্বনাশ, দেড় কোটি লোককে বাদ দিতে মাত্র দেড় দিন? এটা বড় কেলেঙ্কারি'। অমিত শাহের পদত্যাগের দাবিতেও এদিন সরব হন তৃণমূল নেত্রী। রাজ্যে এখনও পর্যন্ত SIR-এর কারণে ৫৮-৬০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে তৃণমূল নেত্রী বলেন, 'ওদের চোখ দেখলেই ভয় করে'। SIR-এ ৫৪ লক্ষ মানুষের নাম বাদ গেল কেন? তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা নিয়েও কমিশনকে নিশানা। যাদের নাম বাদ গেছে তাদের ফের আবেদন করার পক্ষে সওয়াল তৃণমূল নেত্রীর। যাদের নাম বাদ গিয়েছে তাদের ৭ নম্বর, ৮ নম্বর ফর্ম ফিল-আপ করার আবেদন করেন তিনি। ড্রাফট লিস্টে নাম থাকলেও চূড়ান্ত তালিকায় নাম থাকবে কোন গ্যারান্টি নেই। ওরা নাম কাটার চেষ্টা করছে। অভিযোগ মমতার। SIR করতে ২ বছর লাগে। ভোট আসছে দেখে তড়িঘড়ি ২ মাসে SIR! কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, ক্ষমতায় আছো বলে এসব করছো, বড়বড় কথা বাংলার মানুষকে শুনতে হবে... রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের কথা জানেন...আমি জনতার আদালতে যাবো, আপনাকে দেবে বাংলার মানুষ দেবে ঘেঁচু। আরও পড়ুন- Khaleda Zia: ‘লজ্জা’ থেকে ‘সেই সব অন্ধকার’, খালেদা জিয়ার মৃত্যু কি ফেরাবে নিষিদ্ধ বইগুলোর স্বাধীনতা? প্রশ্ন তসলিমার মানুষ যাতে ভোট দিতে না পারে তার চক্রান্ত চলছে বলে এদিন অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। মতুয়াদের নাম বাদ নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি। SIR-এ মৃত ৫৭ জনের স্মৃতিতে জেলায় জেলায় শহীদবেদীর ঘোষণা মমতার। AI দিয়ে ৫৪ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, হিয়ারিংয়ে গিয়ে একবার না পেলেই নাম বাদ। কেন্দ্র কমিশনকে একযোগে নিশানা তৃণমূল নেত্রীর। ১০০ দিনের কাজের নাম বদল নিয়ে কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, বাংলাতেই এবার ১০০ দিনের কাজ দেবে সরকার। আমরা ভিক্ষার দান চাই না। আমরা জীবন চাই আর ওরা চায় মৃত্যু। বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, 'এরা হিন্দু ধর্মকে বিপথে পরিচালিত করে। এরা বিধর্মী'। ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনায় সরব হয়ে বিজেপিকে নিশানা তৃণমূল সুপ্রিমোর। মমতা বলেন, 'বাংলাতেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন। অসম, উত্তর প্রদেশ, রাজস্থানে বাংলা বলায় হেনস্থা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের'। অনুপ্রবেশ ইস্যুতে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, কেবল বাংলাতেই অনুপ্রবেশ, তাহলে পহেলগাঁও, দিল্লি কে করেছিল? অসম, উত্তর প্রদেশ, রাজস্থানে বাংলা বলায় হেনস্থা করা হচ্ছে। আমাকেও বলে বাংলাদেশি। মমতা এদিন বলেন, “ভোট এলেই সোনার বাংলা গড়ার কথা বলে। সোনার বাংলা নয়, ধ্বংসের বাংলা গড়বে তোমরা। বাংলার মানুষ আপনাদের ভ্যানিশ করে দেবে। বিশ্বাসঘাতকদের একটিও ভোট নয়। যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন, ভোটের আগে বড় ঘোষণা মমতার। আরও পড়ুন- “২০২৬-এ সরকার বদল অবশ্যম্ভাবী!” নারী নিরাপত্তা থেকে শিল্পায়ন, তৃণমূলকে তুলোধনা অমিত শাহের
‘দরকারে ছেঁটে ফেলব’, ক্ষুদিরাম-সংলাপ বিতর্কে সুর নরম রাজের, কী বললেন শাশ্বত?
'নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে নরেন্দ্র মোদিকে মেলানো যায় না', আইটি সেলের 'প্রোপাগান্ডা'কে দুষছেন রাজ চক্রবর্তী।
বলে বলে ৯ গোল, হ্যাটট্রিক ফাজিলা-সৌম্যার, বিপক্ষকে গুঁড়িয়ে টানা ৩ জয় ইস্টবেঙ্গলের
প্রথমার্ধেই ৬ গোল করে 'মশাল গার্লস'।
এবার খলচরিত্রে বেবো! নতুন ছবিতে অজয় দেবগণের বিপরীতে তাক লাগাবেন নায়িকা
এককথায় এই ছবিকে পুরনো টিমের রিইউনিয়ন বললেও ভুল হবে না।
বন্দরে আগুন ঝরাল সৌদি, প্রবল যুদ্ধের আশঙ্কায় ইয়েমেনে জারি জরুরি অবস্থা
মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা!
Recipes |শীত জাঁকিয়ে পড়তেই পিঠে খেতে মন চাইছে? রইল দুটি রেসিপি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেমন জাঁকিয়ে শীত পড়েছে বলুন তো। শীত যত বাড়বে, রকমারি পদে পাত সাজিয়ে খেতে খুব ইচ্ছে করে তাই না! চলুন তাহলে জিভে জল আনা দুটি রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। ওপার বাংলা এপার বাংলা দুই বাংলার স্বাদ মনে থাকবে আজীবন। ১) যশোরেরছিটা পিঠা মণ্ড তৈরি করার ঝামেলা নেই। এই পিঠের […] The post Recipes | শীত জাঁকিয়ে পড়তেই পিঠে খেতে মন চাইছে? রইল দুটি রেসিপি appeared first on Uttarbanga Sambad .
১০ বছরের মন্ত্রী কান্তিকেও SIR শুনানির নোটিস, মন্ত্রী বলছেন, ‘আমি তো অবাক’
কমিশনকে পালটা চিঠি দিয়েছেন প্রাক্তন মন্ত্রী।
Bangladesh: বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী, আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রীও, কেন?
Khaleda Zia's Demise: বিএনপি নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার ব্যবস্থা করা হয়েছে। খালেদা জিয়ার স্বামী তথা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাঁকে কবর দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নেই বিরাট-রোহিত, ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে ৩ ভারতীয়, দ্বাদশ ব্যক্তি জাদেজা
কারা সুযোগ পেলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই করা সেরা একাদশে।
IND W vs SL W Live Updates, 5th T20I: বছরের শেষ টসে হারল টিম ইন্ডিয়া, খেলবেন না ভারতের তারকা ব্যাটার
IND-W vs SL-W Live Updates, 5th T20I Match Updates: ভারত এবং শ্রীলঙ্কা (IND W vs SL W) মহিলা ক্রিকেট দলের মধ্যে পাঁচ ম্য়াচে টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজ টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) আগেই নিজেদের পকেটে পুরে ফেলেছিল। কারণ এই সিরিজে তারা ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়লাভ করে হরমনপ্রীতরা (Harmanpreet Kaur) ১৪০ কোটি ভারতবাসীর সেই স্বপ্ন পূরণ করতে পারেন কি না, আপাতত সেটাই দেখার। IND W vs SL W Highlights, 4th T20I: 'লঙ্কাকাণ্ড' টিম ইন্ডিয়ার, ৪-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত টস আপডেট পঞ্চম টি-২০ ম্য়াচে টস জিতল শ্রীলঙ্কা ক্রিকেট দল। গত ম্য়াচেও টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া তারপর ২২১ রানে রেকর্ড কায়েম করেছিল। এই ম্য়াচেও কী তেমনই কোনও রেকর্ড অপেক্ষা করছে? আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। Richa Ghosh, IND W vs SL W: ঝড়ের নাম রিচা ঘোষ, বাংলার মেয়ের হাতেই হল লঙ্কা দহন! টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর জানালেন, এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে মোট ২ পরিবর্তন করা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে স্মৃতি মান্ধানা এবং রেণুকা সিং ঠাকুরকে। সেই জায়গায় টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এসেছেন জি কমলিনী এবং স্নেহ রানা। প্রসঙ্গত, এটাই টিম ইন্ডিয়ার জার্সিতে কমলিনীর ডেবিউ ম্য়াচ। ইতিপূর্বে, মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে তিনি হরমনপ্রীত কৌরের সঙ্গে খেলেছেন।
খালেদার ‘জানাজা’য় যোগ দেবেন জয়শংকর, জামাত-ইউনুসকে চাপে ফেলে বড় চাল দিল্লির?
'বন্ধু' পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দারও থাকবেন অন্ত্যেষ্টিক্রিয়ায়।
Actor Mohanlal: মোহনলালের জীবনে গভীর শোক, হারালেন কাছের মানুষকে
মালয়ালম চলচ্চিত্র জগতের সুপারস্টার মোহনলালের মা সান্তাকুমারী প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর এর্নাকুলাম জেলার এলামাক্কারায়, নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সান্তাকুমারীর মৃত্যুর সময় মোহনলাল কোচিতেই ছিলেন। খবর পাওয়া মাত্রই তিনি মায়ের কাছে ছুটে যান। পাথানামথিট্টা জেলার এলান্থুর গ্রামের বাসিন্দা সান্তাকুমারী, স্বামী বিশ্বনাথন নায়ারের (প্রয়াত) চাকরিসূত্রে পরিবারসহ তিরুবনন্তপুরমে চলে আসেন। বিশ্বনাথন নায়ার ছিলেন কেরালা সরকারের একজন প্রাক্তন আমলা এবং আইন সচিব। তিরুবনন্তপুরমের মুদাভানমুগালের কেশবদেব রোডে অবস্থিত তাঁদের ‘হিল ভিউ’ বাড়িতেই দীর্ঘদিন বসবাস করেছিলেন সান্তাকুমারী। কিছুদিন আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মোহনলাল তাঁকে উন্নত চিকিৎসার জন্য, এর্নাকুলামে নিয়ে আসেন। Jeet Night in Serampore : বাঁকুড়ার ঘটনার পর শিক্ষা, শ্রীরামপুরে জিৎ-এর শোয়ে বিশেষ ব্যবস্থা মোহনলালের তাঁর মায়ের সঙ্গে গভীর ও উষ্ণ সম্পর্ক ছিল। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি প্রায়ই মায়ের প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধার কথা উল্লেখ করতেন। দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর, কোচিতে ফিরে এসে প্রথমেই মায়ের সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা। চলতি বছর মা দিবসে তিনি মায়ের সঙ্গে একটি পুরোনো আবেগঘন ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। অভিনেতা জানিয়েছেন, সিনেমার জন্য হলেও পর্দায় তাঁকে খলনায়কদের হাতে মারধর খেতে দেখলে, তাঁর মা খুব কষ্ট পেতেন। ক্যারিয়ারের শুরুর দিকে খলনায়কের চরিত্রে তাঁকে দেখেও সান্তাকুমারী প্রায়ই বিচলিত হয়ে পড়তেন। Dev: ‘২০২৬-এ পুজোয় ছবি আনবে না’, দেবের বিস্ফোরক অভিযোগ স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে! প্রিয় বন্ধুর মা-কে শেষ শ্রদ্ধা জানাতে, মালয়ালম মেগাস্টার মামুট্টি তাঁর স্ত্রী সুলফাথকে সঙ্গে নিয়ে, এলামাক্কারার বাড়িতে পৌঁছান। সান্তাকুমারীর মরদেহ পরে তিরুবনন্তপুরমে নিয়ে যাওয়া হবে এবং ৩১ ডিসেম্বর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। মোহনলাল, সান্তাকুমারী ও বিশ্বনাথন নায়ারের দুই সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। উল্লেখ্য, এই দম্পতি ২০০০ সালে তাঁদের বড় ছেলেকে হারিয়েছিলেন। কাজের ক্ষেত্রে, মোহনলালকে সম্প্রতি মহাকাব্যিক ফ্যান্টাসি অ্যাকশন ড্রামা ‘বৃষ্শাভা’-তে দেখা গিয়েছিল। তিনি প্রবীণ প্রযোজক কে বালাজির কন্যা সুচিত্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ এবং তাঁদের দুই সন্তান—প্রণব ও বিস্ময়।
Khaleda Zia: জলপাইগুড়িতে এই বাড়িতেই জন্ম খালেদা জিয়ার! কেন চলে গিয়েছিলেন বাংলাদেশে?
Khaleda Zia Bengal Connection: খালেদার আদি বাড়ির এক অংশে এখন থাকেন চক্রবর্তী ও গোপ পরিবার। সবটা মিলিয়েই ছিল খালেদাদের বাড়ি। বর্তমানে খালেদা জিয়াদের জলপাইগুড়ির বাগান বাড়ির একটা অংশ কিনে নিয়ে বাড়ি বানিয়েছে গোপ পরিবার। ওই পরিবারের দুই সদস্য ঝর্না গোপ এবং নীলকন্ঠ গোপও এখন খালেদা জিয়ার স্মৃতিচারণা করছেন।
Sports News: ২০২৫-এ খেলার দুনিয়ায় বিতর্কিত কী কী ঘটেছে? দেখে নিন এক ঝলকে!
2025 Controversy in Sports: কয়েক ঘণ্টা পরই পাল্টে যাবে ক্যালেন্ডার। নতুন বছরে পা রাখবে পৃথিবী। ফেলে যাওয়া বছরে প্রাপ্তি অনেক। অপ্রাপ্তিও। সঙ্গে বিতর্কও। এমন কিছু ঘটনা ঘটেছে এই ২৫এ, যা ভোলা যাবে না নতুন বছরে। হয়তো স্মৃতিতে থেকে যাবে অনেকদিন। কী সেই বিতর্ক?
Bangladesh Attack on Minority: ‘দাদা গুলি করে দিই?’, খেলতে খেলতে হিন্দু হত্যা বাংলাদেশে
Bangladesh Update: কথা বলতে বলতেই শটগান থেকে গুলি চালানো হয়। মৃত্যু হয় যুবকের। ইতিমধ্য়েই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, দিপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন বজেন্দ্র। তারপরই তাঁকে হুমকি দেওয়া হয়েছিল।
ভোটব্যাঙ্কের জন্য জনবিন্যাসে বদল: অমিত শাহ
ভৌগোলিক দিক থেকে কঠিন হওয়ায়, সীমা থেকে পেরিয়ে আগে অনুপ্রবেশকারী বাংলায় ঢোকে! থানার পুলিশ কী করছে? অসম, ত্রিপুরা কীভাবে অনুপ্রবেশ বন্ধ হল? বাংলায় কেন হল না? বাংলার ডেমোগ্রাফি ধীরে ধীরে পরিবর্তন করে ভোটব্যাঙ্ক মজবুত করা হচ্ছে।
মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কী বললেন অমিত শাহ?
এতদিন পর্যন্ত সেই সার্টিফিকেট তাঁরা নির্বাচন কনিশনে প্রামাণ্য নথি হিসাবে দেখাতে পারবেন কিনা, সেটা নিয়েও দোলাচলে ছিলেন। কমিশন অবশ্য স্পষ্ট করেছে, এই নথি দেখানো যাবে। এরপর ফর্ম ৬ ফিল আপ করে তাঁরা নতুন করে নামও তুলতে পারবেন। এই প্রেক্ষিতে এখন বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
কুমারগঞ্জ: কনকনে ঠান্ডায় কাবু গোটা উত্তরবঙ্গ। এই পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের জবুথবু, ঠিক সেই সময়েই উলটো ছবি দেখা গেল কুমারগঞ্জ ব্লকের উজিরপুর পাহানপাড়া এলাকায় এসআইআরের হেয়ারিংএর লাইনে। কনকনে ঠান্ডায় পেশায় কৃষি শ্রমিক ৪৫ বছর বয়সী নিমাই পাহান অনায়াসেই খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন (Kumarganj Barefoot Life) মাঠ থেকে এসআইআর হেয়ারিংয়ের (SIR Hearing) লাইনে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও […] The post Kumarganj Barefoot Life | এক জেদেই কাটল ৩০ বছরের ‘জুতোহীন’ যাত্রা! হাড়কাঁপানো শীতেও খালি পায়েই সাবলিল নিমাই appeared first on Uttarbanga Sambad .
Mamata Banerjee in Bankura: জানেন ঘেঁচুর ইংরেজি কী?
Mamata Banerjee: আপনিও তো বাঙালি। আপনি কি জানেন ঘেঁচুর ইংরেজি কী? আচ্ছা, ইংরেজি না হয় বাদই দেওয়া গেল। ঘেঁচুর অর্থ কী জানেন? যে কোনও মানুষকে এই প্রশ্ন করুন, দেখবেন শতকরা ৯৯ জনের বেশি মানুষই ঘেঁচুর ইংরেজি জানে না। আন্দাজে অর্থ কেউ কেউ বলে দিলেও, ইংরেজি বলা বেশ মুশকিল।
Strong Personality Zodiac Signs: জীবনের পথে চলতে গিয়ে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় সকলকেই। কেউ সহজে ভেঙে পড়েন, আবার কেউ সমস্ত বাধা অতিক্রম করে নিজের অবস্থানে অটল থাকেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের এই মানসিক দৃঢ়তা, জেদ এবং কর্তৃত্বপরায়ণ স্বভাবের সঙ্গে তার রাশির গভীর সম্পর্ক রয়েছে। রাশিচক্র অনুযায়ী প্রতিটি মানুষের ব্যক্তিত্ব আলাদা, আর সেই ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে থাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস এবং আত্মসম্মানবোধ। জেদ এমন একটি গুণ যা সঠিক পথে ব্যবহার করলে সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে, আবার নিয়ন্ত্রণের বাইরে গেলে তা সমস্যার কারণও হতে পারে। কিছু মানুষ জীবনের কোনও পরিস্থিতিতেই কারও সামনে মাথা নত করতে রাজি নন। তাঁরা বিশ্বাস করেন নিজের ক্ষমতা, সিদ্ধান্ত এবং আত্মসম্মানে। জ্যোতিষ মতে, এই প্রবল মানসিক শক্তির নেপথ্যে রয়েছে নির্দিষ্ট কয়েকটি রাশি। আরও পড়ুন- মেজাজ সতেজ রাখতে আর ঘুম গভীর করতে চান? এই ৬ কায়দায় শরীরে বাড়ান 'সেরাটোনিন' মেষ মেষ রাশির মানুষদের মধ্যে নেতৃত্বের গুণ জন্মগত। রাশিচক্রের প্রথম রাশি হওয়ায় মেষ জাতকেরা সব সময় এগিয়ে থাকতে চান। তাঁরা কোনও অবস্থাতেই অন্যের অধীনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সিদ্ধান্ত গ্রহণে এঁরা দ্রুত এবং আত্মবিশ্বাসী। জীবনের কোনও ক্ষেত্রে সাহায্য চাইতে তাঁদের অস্বস্তি হয়, কারণ নিজের শক্তির ওপর তাঁদের অগাধ বিশ্বাস। কঠিন পরিস্থিতিতে মেষ রাশির মানুষ আরও বেশি জেদি হয়ে ওঠেন এবং সেটাকেই শক্তিতে পরিণত করেন। আরও পড়ুন- বর্ষবরণের পার্টির হ্যাংওভার নিয়ে ভয়? এই ঘরোয়া টোটকাগুলিতেই মিলবে দ্রুত স্বস্তি সিংহ সিংহ রাশি মানেই আত্মমর্যাদা ও কর্তৃত্ব। সূর্যের প্রভাবে এই রাশির মানুষদের ব্যক্তিত্বে থাকে স্বাভাবিক আভিজাত্য এবং নেতৃত্বের ছাপ। তাঁরা চান সকলের নজর যেন তাঁদের দিকেই থাকে। যে কোনও পরিস্থিতিতে মাথানত করা তাঁদের কাছে আত্মসম্মানহানির সমান। দায়িত্ব নিতে এঁরা কখনও পিছপা হন না, বরং নিজের ক্ষমতার থেকেও বেশি বোঝা কাঁধে তুলে নেন। সিংহ রাশির মানুষের জেদ তাঁদের লক্ষ্যপূরণে সাহায্য করে, যদিও কখনও কখনও তা মানসিক চাপও বাড়ায়। আরও পড়ুন- ঘণ্টার পর ঘণ্টা অফিসে বসে থাকার ফলে শক্ত হয়ে যাচ্ছে পিঠ? আরাম দেবে এই ৩ সহজ ব্যায়াম ধনু ধনু রাশির মানুষদের স্বাধীনচেতা মনোভাব তাঁদের সবচেয়ে বড় পরিচয়। একবার কোনও সিদ্ধান্ত নিলে তা থেকে সরে আসা তাঁদের পক্ষে প্রায় অসম্ভব। এই রাশির জাতক-জাতিকারা নিজের পথ নিজেই তৈরি করতে ভালোবাসেন। কারও অধীনে থাকা বা কারও সামনে মাথানত করা তাঁদের স্বভাববিরুদ্ধ। তাঁরা বিশ্বাস করেন অভিজ্ঞতা এবং আত্মশিক্ষায়। ধনু রাশির মানুষের জেদ মূলত ভবিষ্যৎ লক্ষ্য এবং আদর্শকে কেন্দ্র করেই গড়ে ওঠে। আরও পড়ুন- পেটের মেদ কি জিরা জল ও মধু সত্যিই কমায়? কী বলছেন পুষ্টিবিদরা, জানলে অবাক হবেন! এই তিন রাশির মানুষের মধ্যে একটি মিল স্পষ্ট—তাঁরা নিজেদের জীবন নিজের শর্তে পরিচালনা করতে চান। তাঁদের জেদ কখনও কখনও অন্যের কাছে কঠিন মনে হলেও, বাস্তবে এই জেদই তাঁদের সাফল্যের পথে এগিয়ে দেয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যদি এই রাশির মানুষরা ধৈর্য ও সংযম বজায় রাখতে পারেন, তবে তাঁদের ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে ওঠে।
১ জানুয়ারি থেকে হাওড়া-শিয়ালদহ শাখায় ট্রেনের সময়সূচি বদল, সম্প্রসারিত হচ্ছে যাত্রাপথও
ছয়টি ট্রেন চলাচলের দিন পরিবর্তন করা হয়েছে।
Year Ender 2025: ২০২৫-এ কারা ভাঙলেন সম্পর্ক?
২০২৫ সালটি বিনোদন জগতের তারকাদের ব্যক্তিগত জীবনের জন্য বেশ ঘটনাবহুল ছিল। রুপোলি পর্দার রোম্যান্স বাস্তব জীবনে সবসময় সফল হয় না— এ কথা আবারও প্রমাণ করে অনেক চেনা সম্পর্কের এই বছর ইতি ঘটেছে। স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছল থেকে শুরু করে তমন্না ভাটিয়া ও বিজয় বর্মা— তালিকায় রয়েছেন আরও অনেকে।
Kolkata Fire Arms recover: বাবুঘাটের পর এবার আলিপুর, মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ
গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তিতে সোমবার রাতে আলিপুর থানার পুলিশের টিম এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড যৌথ ভাবে তল্লাশি চালায়। রাতভর তল্লাশি চালিয়ে এ দিন ভোরে মাটি খুঁড়ে উদ্ধার করে একেরপর এক আগ্নেয়াস্ত্র। সবমিলিয়ে ১১ টা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।
SIR Hearing: বয়স ৮৫ হয়নি! অ্যাম্বুলেন্স চেপে SIR শুনানিতে আসতে হল অসুস্থ বৃদ্ধকে
SIR in Bengal: তবে শুধু বারাসত নয়, অনেক অসুস্থ রোগী, বৃদ্ধ-বৃদ্ধাকে শুনানি কেন্দ্রে আসতে দেখা যায়। এই যেমন দাসপুর এক নম্বর ব্লকের মামুদপুরের ৬১ বছরের গায়ত্রী দাস। প্যারালাইসিসে আক্রান্ত। এই অবস্থাতেই টোটোয় চেপে চলে আসেন বিডিও অফিসে।
Kolkata: এখানে উল্লেখ্য, গত রবিবার বিজেপির মনোনীত সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ বলেছিলেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি-বাংলাদেশি। প্রধানমন্ত্রী বাংলাদেশি-পাকিস্তানি। রাজ্যপাল পাকিস্তানি-বাংলাদেশি। এই নিয়েই বিতর্কের ঝড় উঠে গিয়েছে রাজনৈতিক মহলে। আজ সেই বিষয়টিকে আরও একবার হাতিয়ার করলেন তিনি।
Gazol |ঝগড়া করে বাপের বাড়ি গিয়েছে স্ত্রী, সেই সুযোগে মারাত্মক কাণ্ড স্বামীর! ঘটনায় চাঞ্চল্য গাজোলে
গাজোল: স্বামীর সঙ্গে ঝামেলা করে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন স্ত্রী। গতকাল বিকেলে ফের স্ত্রীর সঙ্গে ফোনে বাকবিতণ্ডা হয় স্বামীর। তারপরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী (Suicide) হলেন স্বামী! ঘটনায় চাঞ্চল্য ছড়াল গাজোলের (Gazol) নলপুর গ্রামে। মৃতের নাম বারিক আনসারি (২৩)। বাড়ি করকচ গ্রাম পঞ্চায়েতের নলপুর গ্রামে। বারিক ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন।বছর কয়েক আগে ডায়মন্ড হারবারের […] The post Gazol | ঝগড়া করে বাপের বাড়ি গিয়েছে স্ত্রী, সেই সুযোগে মারাত্মক কাণ্ড স্বামীর! ঘটনায় চাঞ্চল্য গাজোলে appeared first on Uttarbanga Sambad .
‘মোল্লাতন্ত্র নিপাত যাক’, এবার বিদ্রোহের আগুনে জ্বলছে ইরান, খামেনেই-বিরোধী প্রতিবাদে উত্তাল তেহরান
ইরানে চরমে পৌঁছেছে মূল্যবৃদ্ধি।
কোভিড মহামারী থেকে ঘূর্ণিঝড়, বিপদে জোড়াসাঁকোর মানুষের পাশে বিবেক
গত পাঁচ বছরে বিধায়কের অফিস হয়ে উঠেছিল স্থানীয় সহায়তাকেন্দ্র।
‘বাদ দিন না!’, রাজ রাজনীতি টেনে আনছেন, কড়া প্রতিক্রিয়া বন্ধু রুদ্রনীলের
এই ছবির যে টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে আমি ক্ষুদিরাম চাকী, আমি ঝুলি না, ঝোলাই, সোশাল মিডিয়ায় এই সংলাপ নিয়ে বিস্তর লেখালেখি চলছে। আমিও দেখতে পেলাম। এক্ষেত্রে আমার দল,রাজনীতির বাইরে গিয়ে, নিরপেক্ষভাবে বলতে চাই, এই ধরনের কোনও ঘটনায়, মানুষ যদি কোথাও কষ্ট পান, কোথাও যদি মনে হয় তাঁদের প্রিয় দুই বিপ্লবীকে কষ্ট দেওয়া হয়েছে, কোথাও অসম্মান করা হয়েছে। তাতে এত বিতর্কের তো দরকার নেই।
S Jayshankar |আগামীকালই ঢাকায় জয়শংকর! যোগ দেবেন খালেদার শেষকৃত্যে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনাকর সম্পর্কের মধ্যেই আগামীকাল বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jayshankar)। দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার সকালে প্রয়াত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ৩১ ডিসেম্বর তাঁর রাষ্ট্রীয় জানাজা সম্পন্ন হবে। বিস্তারিত আসছে… The post S Jayshankar | আগামীকালই ঢাকায় জয়শংকর! যোগ দেবেন খালেদার শেষকৃত্যে appeared first on Uttarbanga Sambad .
East Bengal FC Win: ফাজিলা-সৌমাদের ব্লকবাস্টার শো, সেসা'কে গোলের মালা পরাল ইস্টবেঙ্গল
East Bengal: ফাজিলা ইকওয়াপুট, সৌমা গুগুলোথের ব্লকবাস্টার শো'য়ে দুর্দান্ত জয়লাভ করল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কল্যাণী স্টেডিয়ামে তারা সেসা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। জয়ের হাত ধরেই চলতি বছরটা শেষ করল ইস্টবেঙ্গলের মহিলা দল। এই ম্য়াচে ইস্টবেঙ্গল ফুটবলাররা ধামাকাদার পারফরম্য়ান্স করলেন। আর সেই দৌলতেই মশাল গার্লসরা ৯-০ গোলে সেসা এফসি-র বিরুদ্ধে জয়লাভ করল। চলতি টুর্নামেন্টে এই নিয়ে জয়ের হ্যাটট্রিক করল তারা। চোখে পড়ার মতো দাপট ম্য়াচের শুরু থেকেই ইস্টবেঙ্গল ফুটবলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। শুরুতেই অবশ্য গোল করার একটি সুযোগ মিস করেছিলেন ফাজিলা ইকওয়াপুট। তাঁর বাঁকানো একটি শট গোল পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু, কয়েক মিনিট যেতে না যেতেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ইস্টবেঙ্গল। ম্য়াচের ষষ্ঠ মিনিটে সৌমা গুগুলোথ লাল-হলুদের হয়ে গোলের দরজা খুলে দেন। এরপর অবশ্য আর কোনও ভুল করেননি ফাজিলা। ৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি তাঁর পা থেকেই বেরিয়ে আসে। উগান্ডার এই মহিলা ফুটবলার যে দুর্দান্ত একটি ভলিতে সেসা এফসি-র রক্ষণভাগকে পরাস্ত করলেন, তা অবশ্যই প্রশংসনীয়। East Bengal vs Sesa FC, Match Preview: আজ কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল? কখন থেকেই বা শুরু হবে খেলা? ম্যাচ যত সামনের দিকে গড়াতে থাকে, সেসা ফুটবলারদের রাশ হতে থাকে ততই আলগা। গতবারের ইন্ডিয়ান উইমেন্স লিগ চ্যাম্পিয়নরা একেবারে রণংদেহী মূর্তি ধারণ করতে শুরু করেন। ১৭ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে দিলেন সুলঞ্জনা রাউল। তৃতীয় গোলের ধাক্কা সেসা এফসি সামলাতে না সামলাতেই নিখুঁত হেডে ব্যবধান বাড়ালেন ফাজিলা। এই ম্য়াচের ২৪ মিনিটে ফাজিলা তাঁর হ্যাটট্রিক পূরণ করেন। এবার তিনি কার্যত ফাঁকা নেটে কার্যত বলটাকে জড়িয়ে দিলেন। East Bengal Win: টানা ২ ম্য়াচে জয়, গাড়োয়ালের বিরুদ্ধে জ্বলে উঠলেন মশাল গার্লসরা এই ম্য়াচে ইস্টবেঙ্গলের গোলকিপার পান্থোই চানু কার্যত দর্শকের ভূমিকা পালন করলেন। লাল-হলুদের ডিফেন্স একবারও ভাঙতে পারেননি সেসা-র স্ট্রাইকাররা। সেকারণে পান্থোইকেও ঘাম ঝরাতে হয়নি। প্রথমার্ধেই হাফডজন গোল ইস্টবেঙ্গলের যাইহোক, প্রথমার্ধের একেবারে শেষবেলায় রেস্টি নানজ়িরির ভলি আরও লজ্জা বাড়ায় সেসা এফসি-র। শেষপর্যন্ত প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। East Bengal Wins SAFF Women’s Club Championship 2025: বিদেশের মাটিতে সুনামি বিজয় লাল-হলুদ মহিলা ব্রিগেডের, বিমানবন্দরে নামতেই ‘জয় ইস্টবেঙ্গল’ ধ্বনিতে কাঁপল শহর দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গল ফুটবলাররা সেই একই দাপট অব্যাহত রাখল। ফের শুরুতেই সৌমার একটি শট বারপোস্টে লেগে ফিরে আসে। কিন্তু, কয়েক সেকেন্ডের মধ্যেই ইকওয়াপুট বলটাকে সৌমার সামনে কার্যত সাজিয়ে দিলেন। আর সেইসঙ্গে এই ম্য়াচে তাঁর দ্বিতীয় গোলটি করলেন গুগুলোথ। ৫৫ মিনিটে দ্বিতীয়ার্ধের প্রথম গোলটি করল ইস্টবেঙ্গল। হ্যাটট্রিক করলেন সৌমিয়া বিরতির পর ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউস দলের জোড়া ফুটবলার বদল করেছিলেন। মাঠে নামেন সঙ্গীতা বাসফোড়ে এবং কার্তিকা আঙ্গামুথু। ৭২ মিনিটে আরও একটা গোল করলেন ফাজিলা। এই ম্যাচে এটা ছিল তাঁর চতুর্থ গোল। সেসা গোলরক্ষক বিট্রিশ এনকেতিয়া কয়েকটা শট সেভ করলেও, দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারেননি। ৮৫ মিনিটে হ্যাটট্রিক পূরণ করলেন গুগুলোথ। আর সেইসঙ্গে ৯-০ গোলে থামল ইস্টবেঙ্গলের নারীশক্তি। East Bengal Win: একটা-দু'টো নয়, একেবারে ৭ গোলের মালা! পাকিস্তানের পর বাংলাদেশ 'বধ' ইস্টবেঙ্গলের এই ম্য়াচে ইস্টবেঙ্গল ৯-০ গোলে জয়লাভ করেছে ঠিকই, তবে তাদের সামনে আরও বেশ কয়েকটা গোল করার সুযোগ ছিল। কয়েকটা অসাধারণ সেভ করলেন এনকেতিয়া। পাশাপাশি লাল-হলুদের আক্রমণভাগও কয়েকটা সুযোগ মিস করে। পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল? এই জয়ের পাশাপাশি মশাল গার্লসরা ইন্ডিয়ান উইমেন্স লিগের (IWL 2025-26) পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসে। এই টেবিলে এখন শীর্ষস্থানে রয়েছে নীতা ফুটবল অ্যাকাডেমি। এই ক্লাবের বিরুদ্ধে আগামী ২ জানুয়ারি খেলতে নামবে ইস্টবেঙ্গল। অন্যদিকে, পয়েন্ট টেবিলের একেবারে নীচে নেমে গেল সেসা এফসি। টানা ৪ ম্য়াচে তারা পরাস্ত হয়েছে। মরশুমের বাকি ম্য়াচগুলো তাদের জিততেই হবে।
অতি বায়নাক্কায় কাঁচি রণবীর! ‘ডন ৩’উতরাতে ফারহানের ভরসা হৃতিক?
এর আগে 'ডন ২' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল হৃতিককে।
Malbazar |শুনানি হোক অনলাইনে! প্রবাসী ও পড়ুয়াদের সমস্যার কথা তুলে ধরে দাবি অভিভাবকদের
মালবাজার: ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরের (SIR) শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। এই শুনানিতে ডাক পেয়েছে মালবাজারের (Malbazar) বহু ভোটার। কিন্তু এই শুনানির নোটিশ অনেক ভোটারের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ ভিনরাজ্যে চাকরি করেন। ছুটি পাননি। আবার কারও পরীক্ষা রয়েছে। তাই সশরীরে হাজিরা দেওয়া সম্ভব নয়। ফলে তারা ও তাদের পরিবার উভয় সংকটে পড়েছে। […] The post Malbazar | শুনানি হোক অনলাইনে! প্রবাসী ও পড়ুয়াদের সমস্যার কথা তুলে ধরে দাবি অভিভাবকদের appeared first on Uttarbanga Sambad .
New Time Table of Local Train: রেল সূত্রে জানা গেছে, এই পরিবর্তন সম্ভব হয়েছে সারা বছর ধরে চালানো নিরবচ্ছিন্ন রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত কাজের ফলেই। এদিকে বিগত কয়েক বছরে দফায় দফায় ট্রেন বাতিলের জেরে যাত্রী ভোগান্তিও চরমে উঠেছে। হাওড়া, শিয়ালদহ সব শাখাতেই বাতিল থেকেছে গুচ্ছ গুচ্ছ ট্রেন।
Sunny Leone |‘মথুরা একটি ঐশ্বরিক ভূমি’, পুরোহিতদের আপত্তিতে বাতিল সানি লিওনের বর্ষবরণের অনুষ্ঠান!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডে (Bollywood) এক যুগেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। বিগ বস’-এর মঞ্চ থেকে শুরু করে মহেশ ভাটের হাত ধরে রুপোলি পর্দায় অভিষেক- ভারতীয় বিনোদন জগতের আজ অতি পরিচিত নাম সানি লিওন (Sunny Leone)। নিজের মেধা ও পরিশ্রমে জমি শক্ত করলেও অতীতের ছায়া যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। এবার মথুরায় (Mathura) বাতিল […] The post Sunny Leone | ‘মথুরা একটি ঐশ্বরিক ভূমি’, পুরোহিতদের আপত্তিতে বাতিল সানি লিওনের বর্ষবরণের অনুষ্ঠান! appeared first on Uttarbanga Sambad .
Serotonin Boost Naturally: আধুনিক জীবনের ব্যস্ততা, অনিয়মিত ঘুম, অতিরিক্ত মানসিক চাপ এবং ডিজিটাল স্ক্রিনে ডুবে থাকার অভ্যাস ধীরে ধীরে আমাদের শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে সেরোটোনিনের ওপর, যাকে সাধারণভাবে সুখের হরমোন বলা হয়। এই হরমোন ঠিকমতো নিঃসৃত না হলে মানুষ অকারণ বিরক্ত, হতাশ, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং রাতে ঘুম আসতে চায় না। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে তাঁর মন খারাপ বা ক্লান্তির পিছনে আসল কারণটি হরমোনের ঘাটতি। সেরোটোনিন মূলত আমাদের অন্ত্রে তৈরি হয় এবং স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে প্রভাব ফেলে। এটি মেজাজ স্থিতিশীল রাখে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে, গভীর ঘুমে সাহায্য করে এবং মানসিক শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। গবেষণায় দেখা গেছে, যাঁদের শরীরে সেরোটোনিনের মাত্রা স্বাভাবিক থাকে, তাঁরা তুলনামূলকভাবে বেশি ইতিবাচক, ধৈর্যশীল এবং মানসিকভাবে শক্তিশালী। আরও পড়ুন- বর্ষবরণের পার্টির হ্যাংওভার নিয়ে ভয়? এই ঘরোয়া টোটকাগুলিতেই মিলবে দ্রুত স্বস্তি সূর্যালোক সেরোটোনিন বাড়ানোর অন্যতম শক্তিশালী প্রাকৃতিক উপাদান। সকালের নরম রোদে কিছুক্ষণ সময় কাটালে মস্তিষ্ক স্বাভাবিকভাবেই এই হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয়। সূর্য নমস্কারের মত যোগাভ্যাস শরীর ও মনের মধ্যে একটি গভীর সংযোগ তৈরি করে, যা শুধু হরমোন নয়, হৃদযন্ত্র এবং শ্বাসপ্রশ্বাসের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। নিয়মিত সূর্যের দিকে মুখ করে শরীরচর্চা করলে মন ধীরে ধীরে শান্ত এবং স্থিতিশীল হয়। আরও পড়ুন- ঘণ্টার পর ঘণ্টা অফিসে বসে থাকার ফলে শক্ত হয়ে যাচ্ছে পিঠ? আরাম দেবে এই ৩ সহজ ব্যায়াম খাদ্যাভ্যাসের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেরোটোনিন তৈরির জন্য শরীরের প্রয়োজন ট্রিপটোফ্যান নামের একটি অ্যামাইনো অ্যাসিড, যা আমরা খাবার থেকেই পাই। দুধ, কলা, রাগি, বাদাম, বীজ এবং সবুজ শাকসবজি নিয়মিত খেলে শরীর নিজে থেকেই সেরোটোনিন উৎপাদনের ক্ষমতা বাড়ায়। এই ধরনের খাবার শুধু মেজাজ ভালো রাখে না, বরং দীর্ঘমেয়াদে মানসিক অবসাদ কমাতেও সাহায্য করে। আরও পড়ুন- পেটের মেদ কি জিরা জল ও মধু সত্যিই কমায়? কী বলছেন পুষ্টিবিদরা, জানলে অবাক হবেন! ধ্যান এমন একটি অভ্যাস যা আধুনিক বিজ্ঞান ও প্রাচীন যোগদর্শন—দু’দিক থেকেই সমানভাবে গ্রহণযোগ্য। প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫ মিনিট ধ্যান করলে স্নায়ুর উপর চাপ কমে এবং মস্তিষ্ক ধীরে ধীরে ইতিবাচক রাসায়নিক নিঃসরণে অভ্যস্ত হয়ে ওঠে। নিয়মিত ধ্যান মানসিক অস্থিরতা কমায়, নেতিবাচক চিন্তা দূর করে এবং গভীর ঘুমের পথ প্রশস্ত করে। আরও পড়ুন- ভারতীয় রেল সম্পর্কে এই ৬টি তথ্য, জানলে রীতিমতো চমকে যাবেন! হাসি এমন একটি সহজ অভ্যাস, যা আমরা প্রায়ই অবহেলা করি। খোলাখুলি হাসলে মস্তিষ্কে সেরোটোনিন এবং এন্ডোরফিন একসঙ্গে সক্রিয় হয়। এটি শরীরের ভেতর থেকে চাপ কমিয়ে তাৎক্ষণিকভাবে ভালো লাগার অনুভূতি তৈরি করে। তাই দৈনন্দিন জীবনে হাসির সুযোগ খুঁজে নেওয়া মানে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। আলাদা করে ওষুধের দরকার নেই সবশেষে বলা যায়, সেরোটোনিন বাড়ানোর জন্য আলাদা করে ওষুধের প্রয়োজন হয় না। শুধু জীবনযাপনে একটু সচেতন হলেই যথেষ্ট। সূর্যের আলো, সঠিক খাবার, ধ্যান, হাসি এবং নিয়মিত শরীরচর্চা—এই ছোট অভ্যাসই ধীরে ধীরে মনকে স্থির, সুখী করে। আর, ঘুমকে গভীর করে তোলে।
Siliguri |বাবা শ্রী রামকৃষ্ণ,মা সারদা! শিলিগুড়িতে শুনানিতে ডাক সন্ন্যাসীকে
শিলিগুড়ি: ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা ‘SIR’ (Special Interim Revision) প্রক্রিয়াকে কেন্দ্র করে শিলিগুড়িতে তৈরি হল এক নজিরবিহীন পরিস্থিতি। সন্ন্যাসীদের আধ্যাত্মিক পরিচয় এবং সরকারি নথিতে উল্লিখিত পিতা-মাতার পরিচয়ের অসঙ্গতি নিয়ে এবার টানাপোড়েন শুরু হয়েছে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে। ঘটনার কেন্দ্রে রয়েছেন প্রধান নগরের রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সন্ন্যাসীরা। জানা গেছে, ভোটার তালিকায় নথির অসঙ্গতি থাকার কারণে […] The post Siliguri | বাবা শ্রী রামকৃষ্ণ,মা সারদা! শিলিগুড়িতে শুনানিতে ডাক সন্ন্যাসীকে appeared first on Uttarbanga Sambad .
‘দেশের ব্যর্থতম ও অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী’, অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহকে তোপ অভিষেকের
বুধবার নির্বাচন কমিশনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Asit Majumdar: ৫০ হাজার টাকার চাকরি ছেড়ে আজ ‘দেড় লাখি’ বিধায়ক, জানেন কতটা শিক্ষিত অসিত মজুমদার
২০২৩-এ দেখা যায়, তৃণমূলনেত্রী রুমা রায় পাল অসিতের পা টিপে দিচ্ছেন। ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সম্প্রতি একট স্কুলে গিয়ে অসিত এমন গালিগালাজ করেন যে তাঁর বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরও একাধিক ঘটনায় বারবার বিতর্কের মুখে পড়েছেন বিধায়ক।
তালগোল পাকিয়ে সংকুচিত হয়ে যাবে বিশ্ব! বছরশেষে এ কোন অশনি সংকেত বিজ্ঞানীদের?
স্থান-কাল-পাত্র বলে আলাদা কিছু থাকবে না, পূর্বাভাস দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীদের।
২০ হাজার টাকার জালনোট সহ ধৃত এক
পাচারের আগেই ২০ হাজার টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
Indian Army Year Ender 2025: চলতি বছরে ভারতীয় সেনার নতুন অস্ত্র! কতটা শক্তিশালী হবে আমাদের দেশ?
Strategy and Military Power, Indian Army: দেশীয় প্রযুক্তির এই জয়োল্লাসে সবচেয়ে বড় বিষয় হল, এই বিপুল অঙ্কের কেনাকাটায় জোর দেওয়া হয়েছে দেশীয় প্রযুক্তির ওপর। দেশীয় প্রযুক্তির অস্ত্র কেনার ক্ষেত্রে টাটা, ভারত ফোর্জ এবং এল অ্যান্ড টি-র মতো সংস্থার ওপর ভরসা রাখছে কেন্দ্রীয় সরকার। আর এখানেই প্রশ্ন উঠছে, বিদেশ থেকে আমদানির দিন কি তবে শেষ?
সঞ্জয়ের শাস্তি থেকে চাকরি বাতিল, ২০২৫-এ সাড়া ফেলা পাঁচ রায়
2025 Big Verdicts: দিল্লি ও সংলগ্ন এলাকার সব পথকুকুরকে লোকালয় থেকে সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যের চাকরি বাতিলের মামলাতেও বড় রায় দেয় শীর্ষ আদালত। সুপ্রিম রায়েই একধাক্কায় রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। বছরভর কোন কোনও মামলা রইল নজরে।
Best Multibagger Stocks 2025: এই বছর আপনাকে মালামাল করেছে যে সব স্টক!
Year Ender 2025: কিন্তু বাজারের এমন খারাপ অবস্থার মধ্যেও এমন কিছু স্টক রয়েছে, যা বড়লোক করেছে সাধারণ বিনিয়োগকারীদের। গোটা স্টক মার্কেট ধরলে সেই লিস্ট বিরাট লম্বা হতে পারে। সেই কারণে যদি নিফটির প্রথম ৫০০ সংস্থাকে ধরা হয়, তাহলে সবচেয়ে ভাল রিটার্ন দিয়েছে ফোর্স মোটরস।
মালদা: ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker Death)। মৃত শ্রমিকের নাম ষষ্ঠী মাহাতো(৩৮)। তিনি হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভাট্টা এলাকার বাসিন্দা। ওডিশায় নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে ষষ্ঠীর মৃত্যু হয়েছে বলে খবর। তাঁর মৃত্যুতে পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে এখন অথৈ জলে তাঁর স্ত্রী ও দুই […] The post Migrant Worker Death | ভিন রাজ্যে উপার্জন করতে গিয়ে ফিরল নিথর দেহ, বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে দিশেহারা পরিবার appeared first on Uttarbanga Sambad .
Bangladesh |বাংলাদেশে ফের গুলিতে ঝাঁজরা হিন্দু যুবক! ‘অসাবধানতা’বশত দুর্ঘটনা বলে দাবি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের সংখ্যালঘু হত্যার খবর বাংলাদেশে (Bangladesh)। ময়মনসিংহের (Mymensingh) ভালুকায় একটি পোশাক কারখানার ভেতরে নিরাপত্তকর্মীর দায়িত্বে ছিলেন বজেন্দ্র বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি। অভিযোগ, তাঁকে গুলি করে খুন করে আর এক সহকর্মী নিরাপত্তাকর্মী। জানা গিয়েছে, ঘটনায় আনসার সদস্য নোমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনসার হল বাংলাদেশের একটি আধাসামরিক বাহিনী। সোমবার সন্ধ্যায় উপজেলার […] The post Bangladesh | বাংলাদেশে ফের গুলিতে ঝাঁজরা হিন্দু যুবক! ‘অসাবধানতা’বশত দুর্ঘটনা বলে দাবি appeared first on Uttarbanga Sambad .
Adhir and Modi: ছাব্বিশের ভোটের আগে হঠাৎ মোদীর সঙ্গে দেখা করলেন অধীর
New Delhi: বাংলায় এসআইআর চলছে। আর সেই এসআইআর প্রক্রিয়ায় মতুয়ারা যে যে সমস্যায় পড়েছেন সেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে অবগত করতেই অধীর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে তিনি জানান। এছাড়াও, বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার খবর প্রকাশ্যে এসেছে সেই বিষয় নিয়েও আলোচনার জন্য প্রধানমন্ত্রী সঙ্গে অধীর দেখা করেছে বলে খবর।
বর্ষবরণের আগে জেএমবি জঙ্গির গ্রেফতারিতে সতর্ক প্রশাসন, বড়সড় নাশকতার ছক? খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা
পশ্চিম ত্রিপুরা থেকে এক সক্রিয় জঙ্গিকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ, আসাম পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যৌথ বাহিনী। মঙ্গলবার ভোরে চালানো এই যৌথ অভিযানে জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (JMB)-এর সহকারী জঙ্গি সংগঠন 'ইমাম মাহমুদের কাফেলা'-র সঙ্গে যুক্ত এক সক্রিয় সদস্যকে আটক করা হয়। ধৃতের নাম জাগির মিয়া (৩৩)। রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, স্পেশ্যাল টাস্ক ফোর্সের (STF) একটি মামলার সূত্র ধরেই জাগির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি মাসের ২৮ তারিখে নথিভুক্ত ওই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫০, ১৫২, ১১৩(৫) ধারা এবং বেআইনি কার্যকলাপ (নিবারণ) আইন বা ইউএপিএ-র ১০, ১৩, ১৬, ৩৮, ৩৯ ও ৪০ ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ধৃত জাগির মিয়া দীর্ঘদিন ধরেই জামাতুল মুজাহিদীন বাংলাদেশের সহকারী জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিল। পুলিশের দাবি, সামাজিক মাধ্যমের মাধ্যমে তার জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং সেই সংক্রান্ত একাধিক প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। আপাতত আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে ত্রিপুরা বরাবরই নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল একটি রাজ্য। তিন দিক থেকে বাংলাদেশে ঘেরা এই রাজ্যটি একমাত্র অসম ও মিজোরামের মধ্য দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৮৫৬ কিলোমিটার। অধিকাংশ অংশে কাঁটাতারের বেড়া থাকলেও কিছু এলাকায় স্থানীয় সমস্যার কারণে এখনও সম্পূর্ণভাবে ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি। ঐতিহাসিকভাবেও ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বিপুল সংখ্যক উদ্বাস্তু তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। তখন রাজ্যের জনসংখ্যা ছিল প্রায় ১৫ লক্ষ, অথচ আশ্রয় পেয়েছিল প্রায় ১৬ লক্ষ শরণার্থী। সেই সময় আগরতলা শহর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অস্থায়ী কেন্দ্র হয়ে উঠেছিল। গত বছরের অগস্টে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সীমান্তের দু’পারের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বক্তব্যে ‘সেভেন সিস্টার্স’-এর ভূ-রাজনৈতিক অবস্থান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশের ভূমিকাকে কেন্দ্র করে হুমকির সুর শোনা গেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও বাংলাদেশের কয়েকজন নেতার বক্তব্য ঘিরে উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। উসমান হাদির মুখে উত্তর-পূর্ব রাজ্যগুলি দখলের হুমকি থেকে শুরু করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে বাংলাদেশ আশ্রয় ও সাহায্য এমন মন্তব্য সামনে এসেছে। এই প্রেক্ষাপটে ত্রিপুরায় বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তারির ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে নিরাপত্তা মহল। SIR-এ নাম বাদ? কীভাবে নাম তুলবেন তালিকায়? বড় কৌশলের ঘোষণা মমতার
CBSE: দশম-দ্বাদশের সূচিতে পরিবর্তন! পিছোল কোন কোন বিষয়ের পরীক্ষা?
২০২৬ সালের পরীক্ষা থেকেই চালু হবে নতুন নিয়মও।
Sikkim Accident |অনভিজ্ঞ চালকের হাতে স্টিয়ারিং! ৫ পর্যটককে নিয়ে উত্তর সিকিমের সাফোতে খাদে পড়ল গাড়ি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:ফের দুর্ঘটনার কবলে পর্যটকবোঝাই গাড়ি। এবার ঝাড়খন্ড থেকে উত্তর সিকিম ঘুরতে এসে সাফো এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। যার জেরে ১ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ৪ জন জখম। প্রাথমিক ভাবে ঝাড়খন্ডের নম্বর প্লেট দেখে গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় […] The post Sikkim Accident | অনভিজ্ঞ চালকের হাতে স্টিয়ারিং! ৫ পর্যটককে নিয়ে উত্তর সিকিমের সাফোতে খাদে পড়ল গাড়ি appeared first on Uttarbanga Sambad .
Mamata Banerjee: হিয়ারিংয়ে ঢুকতে দিচ্ছে না কমিশন, বিএলএ-দের বড় নির্দেশ মমতার
Mamata Banerjee on BLA: শনিবার থেকে এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। হিয়ারিংয়ে থাকতে দেওয়া হচ্ছে না বিএলএ-দের। এই নিয়ে অভিষেক সরব হওয়ার পর তৃণমূলের প্রতিনিধি দল সিইও দফতরে গিয়ে জানতে চেয়েছিল, কেন হিয়ারিংয়ে থাকতে দেওয়া হচ্ছে না বিএলএ-দের? এই নিয়ে লিখিত নির্দেশ দেওয়ার দাবি জানায় রাজ্যের শাসকদল।
‘আমি, ঝুলি না, ঝোলাই!’ শাশ্বতর সংলাপ নিয়ে চরম বিতর্কে রাজনৈতিক আক্রমণ রাজ চক্রবর্তীর
তবে এবার মণীষীদের নামের সঙ্গে এমন সংলাপ যুক্ত হওয়ায় তা মাত্রা ছাড়িয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের। উল্লেখ্য, কিছুদিন আগেই পাইরেসির কারণে সাইবার ক্রাইম দপ্তরের দ্বারস্থ হতে হয়েছিল রাজকে। সেই রেশ কাটতে না কাটতেই এবার সংলাপ-বিতর্কের মুখে পড়লেন পরিচালক।
বাঁকুড়ার বিশৃঙ্খলা থেকে শিক্ষা, শ্রীরামপুরে জিতের শোয়ে বিশেষ সুরক্ষা, মোতায়েন বিশাল বাহিনী
সম্প্রতি বাকুঁড়ায় জিতের শোয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
বাংলাদেশে ফের হিন্দু যুবক খুনে চরম চাঞ্চল্য! বড়সড় প্রশ্নের মুখে ইউনূস সরকার
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হিংসার ঘটনা ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। দীপু দাস ও অমৃত মণ্ডলের পর এবার ইসলামপন্থী উন্মত্ত জনতার হামলায় আরও এক হিন্দু যুবক বজেন্দ্র বিশ্বাস নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম। এই ঘটনায় ঢাকাসহ গোটা দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হাওড়া–শিয়ালদহ শাখায় বড় বদল! ১ জানুয়ারি থেকে বদলাচ্ছে লোকাল ট্রেনের টাইম টেবিল সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশে এক প্রভাবশালী যুব নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর থেকেই হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসার ঘটনা বেড়েছে। সেই আবহেই বজেন্দ্র বিশ্বাসকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এর আগে বড়দিনের আগের দিন হিন্দু যুবক অমৃত মণ্ডলের মৃত্যুর ঘটনা সামনে আসে। যদিও সে ক্ষেত্রে প্রশাসনের দাবি ছিল, ঘটনাটি সাম্প্রদায়িক নয়, বরং তোলাবাজি ও সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত। এরও এক সপ্তাহ আগে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয় এবং পরে তাঁর দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দীপু দাস হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। offbeat destinations: ভাইরাল হওয়ার আগেই জেনে রাখুন কার্শিয়ঙের এই লুকোনো স্বর্গ! প্রকৃতিপ্রেমীদের নতুন ঠিকানা দীপু দাসের মৃত্যুর প্রতিবাদে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় কারখানার শ্রমিক, পড়ুয়া ও মানবাধিকার সংগঠনগুলির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই ঘটনায় ভারতও উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, নিহত দীপু দাসের নাবালক সন্তান, স্ত্রী ও বাবা-মায়ের দেখভালের দায়িত্ব তারা নেবে। এদিকে, ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু বিশেষ করে অমুসলিমদের বিরুদ্ধে “অকথ্য অত্যাচার” চালানো হচ্ছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের পুড়িয়ে মারার মতো “ভয়াবহ দৃষ্টান্ত” স্থাপন করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। আরও পড়ুন- Khaleda Zia: গৃহবধূ থেকে ক্ষমতার সিংহাসন! খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপন্যাস
Gazol |ঘন কুশায়ার জের! সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা গাজোলে
গাজোল: ঘন কুয়াশার জেরে বিপত্তি। চলন্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা বেসরকারি যাত্রীবাহী বাসের (Bus accident)। ঘটনায় আহত হয়েছেন ৪ জন বাস যাত্রী। পুলিশ এবং টোল প্লাজার উদ্যোগে আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে (Gazol Hospital)। প্রাথমিক চিকিৎসার পর ওই যাত্রীদের ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করে নিয়ে […] The post Gazol | ঘন কুশায়ার জের! সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা গাজোলে appeared first on Uttarbanga Sambad .
Eastern Railway: হাওড়া–শিয়ালদহ শাখায় বড় বদল! ১ জানুয়ারি থেকে বদলাচ্ছে লোকাল ট্রেনের টাইম টেবিল
New train timetable Eastern Railway: যাত্রী পরিষেবায় বড়সড় উন্নতির লক্ষ্যে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে পূর্ব রেলের নতুন টাইম টেবিল। এই নতুন সময়সূচির মাধ্যমে ট্রেন চলাচলের অ্যালগরিদমে উল্লেখযোগ্য উন্নতি এবং ট্রেনের পথ অপ্টিমাইজেশনের ফলে বহু রুটে যাত্রা সময় কমবে। এর ফলে অপারেশনাল ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং ভবিষ্যতে আরও বেশি ট্রেন চালানোর সুযোগ তৈরি হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। রেল সূত্রে খবর, সারা বছর ধরে চালানো নিরবচ্ছিন্ন রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত উন্নয়নের ফল হিসেবেই এই নতুন টাইম টেবিল সম্ভব হয়েছে। ট্র্যাক ও সিগন্যাল ব্যবস্থার আধুনিকীকরণের ফলে যাত্রীরা আগের তুলনায় দ্রুত ও আরও কার্যকর ট্রেন পরিষেবা পাবেন। এতে রেল যাত্রা আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন- offbeat destinations: ভাইরাল হওয়ার আগেই জেনে রাখুন কার্শিয়ঙের এই লুকোনো স্বর্গ! প্রকৃতিপ্রেমীদের নতুন ঠিকানা নতুন টাইম টেবিলে মেল ও এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেনের সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি ট্রেনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, সময় সংশোধন এবং রুট সম্প্রসারণ করা হয়েছে। লোকাল ট্রেন পরিষেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন নতুন সময়সূচি অনুযায়ী... হাওড়া–আরামবাগ–হাওড়া ছ’টি ইএমইউ লোকাল (৩৭৩৫৯, ৩৭৩৬৫, ৩৭৩৬৭, ৩৭৩৬৯, ৩৭৩৬০, ৩৭৩৬৬) সম্প্রসারিত হয়ে যাবে গোঘাট পর্যন্ত। আরও পড়ুন- Khaleda Zia: গৃহবধূ থেকে ক্ষমতার সিংহাসন! খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপন্যাস হাওড়া–তারকেশ্বর–হাওড়া দুটি ইএমইউ লোকাল (৩৭৩৪১, ৩৭৩৫৪) যাবে গোঘাট পর্যন্ত। তারকেশ্বর–আরামবাগ–তারকেশ্বর চারটি ইএমইউ লোকাল (৩৭৩৮৫, ৩৭৩৯৬, ৩৭৩৯৮, ৩৭৩৮৬) সম্প্রসারিত হবে গোঘাট পর্যন্ত। শিয়ালদহ–রানাঘাট একটি ইএমইউ লোকাল (৩১৬৩৫) চলবে শান্তিপুর পর্যন্ত। বি বি দি বাগ–ব্যারাকপুর একটি ইএমইউ লোকাল (৩০১১৩) এবং ব্যারাকপুর–শিয়ালদহ একটি ইএমইউ লোকাল (৩১২৪২) সম্প্রসারিত হয়ে যাবে কল্যাণী পর্যন্ত। আরও পড়ুন- Amit Shah: “২০২৬-এ সরকার বদল অবশ্যম্ভাবী!” নারী নিরাপত্তা থেকে শিল্পায়ন, তৃণমূলকে তুলোধনা অমিত শাহের এছাড়া, যাত্রী সুবিধার কথা মাথায় রেখে বার্দ্ধমান–তিনপাহাড় দুটি মেমু ট্রেন (৬৩০৬৩, ৬৩০৬৪) সম্প্রসারিত হয়ে যাবে সাহিবগঞ্জ পর্যন্ত। ট্রেনের ফ্রিকোয়েন্সি ও সময়সূচিতে বদল নতুন টাইম টেবিলে... হাসনাবাদ–বারাসত–হাসনাবাদ ইএমইউ লোকাল (৩৩৩১৮/৩৩৩২১) এখন থেকে সপ্তাহে সাত দিনই চলবে, আগে যা চলত সপ্তাহে ৬ দিন। শিয়ালদহ–ব্যারাকপুর–শিয়ালদহ ইএমইউ (৩১২২৩/৩১২৪২) এবং ব্যারাকপুর–বি বি ডি বাগ ইএমইউ (৩০১১৬/৩০১১৩) এখন থেকে সপ্তাহে ছ’দিন চলবে, আগে যা ছিল দৈনিক। আরও পড়ুন- Mamata On SIR: SIR-এ নাম বাদ? কীভাবে নাম তুলবেন তালিকায়? বড় কৌশলের ঘোষণা মমতার রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টাইম টেবিলে ৪৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন এবং ২০৩টি ইএমইউ, মেমু, ডেমু ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি সংশোধন করা হয়েছে। সব মিলিয়ে, এই নতুন টাইম টেবিলের মাধ্যমে ইস্টার্ন রেলে যাত্রী পরিষেবায় গতি, সময়ানুবর্তিতা ও কার্যকারিতার ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলে মনে করছেন রেল আধিকারিকরা।
‘বঙ্গবাসীর ঘায়ে মলম লাগানোর চেষ্টা চলছে’, দুর্গা অঙ্গন নিয়ে খোঁচা অমিত শাহর
সোমবার দুর্গা অঙ্গনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শাহের আলোচনায় প্রচ্ছন্নভাবে ছিল সে প্রসঙ্গ। আর তা নিয়ে কথা বলতে গিয়েই অমিত শাহ চিটফান্ড দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, আবাস-একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে মুখ খোলেন।
BLF-এর নিশানায় পাক সেনা, মৃত ১০ জওয়ান! আরও তীব্র স্বাধীন বালোচিস্তানের দাবি
বালোচিস্তান স্বাধীন না হওয়া পর্যন্ত হামলা জারি রাখার হুমকি বালোচদের।
২০২৬-এ ফের ভারত-পাক যুদ্ধ, সতর্ক করলেন মার্কিন বিশেষজ্ঞরা
৭ মে ভোররাতে 'অপারেশন সিঁদুর' চালায় ভারত।
Dev: ‘২০২৬-এ পুজোয় ছবি আনবে না’, দেবের বিস্ফোরক অভিযোগ স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে!
বেশ কিছুদিন ধরেই দেবের সঙ্গে দোনামনা চলছে স্ক্রিনিং কমিটির। এবং অভিনেতাকে সেদিন প্রকাশ্যেই আক্রমণ করা হয় ফেডারেশনের তরফে। অভিনেতা বলেছিলেন, সব প্রযোজকদের সুযোগ দেওয়া উচিত প্রাইম টাইমে ছবি রাখার জন্য। এবং এই প্রাইম টাইম নিয়েই শুরু হয়েছিল সবটা। হিন্দি ছবির চাপে, বাংলা ছবি শো পাচ্ছে না। জানানো হয়েছিল ফেডারেশন এবং স্ক্রিনিং কমিটির তরফে যে হিন্দি ছবির বাজার ভাল থাকলেও ফেস্টিভালের সময় ৩টির বেশি বাংলা ছবি রিলিজ করতে পারবে না। এবং নানা হলে ভিন্ন ছবি প্রাইম টাইমে শো পাবে, এমনই আলোচনার মাধ্যমেই জানানো হয়েছিল। তবে, দেবের সঙ্গে যে এখন স্ক্রিনিং কমিটির বাদানুবাদ চলছে, সেই নেপথ্যে রয়েছে আরও বড় ঘটনা। রেখার উড়ন্ত চুম্বনে আবেগঘন মুহূর্ত, অমিতাভের নাতি অগস্ত্যর জন্য বিশেষ স্ক্রিনিং ‘ইক্কিস’-এর দেবের প্রজাপতি ২ - নবীনা হলে শো না পেতেই অভিনেতা সমাজ মাধ্যমে আক্ষেপের কথা জানান। সেই থেকেই শুরু হয়েছে আরও ঝামেলা। দেব জানান, তাঁকে নাকি স্ক্রিনিং কমিটির তরফে এমন একটি কথা বলা হয়, যাতে তিনি চমকে ওঠেন। অভিনেতা কী জানালেন? পুজোয় দেবের ছবি থাকছে না? অভিনেতার কথায়, স্ক্রিনিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, ফেস্টিভ্যাল টাইমে যে বাংলা ছবি রিলিজ করবে, ৩টি বাংলা ছবি এটা যে তাঁরা সিদ্ধান্ত নেবেন, আরেকটা কথা বলি? বলা হয়েছে, ২০২৬ সালে দেব যেন পুজোয় কোনও ছবি নিয়ে না আসে। আমার মুখের সামনে বসে বলল। তুমি পুজোতে ছবি নিয়ে আসবে না এটা বলে দেওয়া হল। আমি বললাম, দুটো কারণ দেখাও। আমায় প্রেস কনফারেন্স করে বলতে হবে যে কেন নতুন ছবি আনছি না। একটু লিখে দাও যে এই কারণে আসতে পারবে না। কোনও কারণ দাও, তাহলে আমি মেনে নেব। আমি অনেককেই জিজ্ঞেস করলাম যে পুজোয় না এলে কি খুশি হবে? তাঁরা বলল না। স্ক্রিনিং কমিটি প্রসঙ্গে? আমরা যে এত স্ক্রিনিং কমিটি নিয়ে কথা বলছি এটা কার জন্য? আমার জন্য। আমি সেই মানুষ যে বাংলা ছবির প্রাইম টাইম পাওয়া উচিত সেকথা বলেছিলাম। দিদিকে গিয়ে আমি বলেছিলাম যে সমস্যা হচ্ছে। উনি অর্ডার পাশ করলেন। সেই কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হল। এখন সেই কমিটির মিটিং-এ ভাবা হচ্ছে দেবকে কী করে আটকানো যায়।
ইউনুসের বাংলাদেশে ফের হিন্দুহত্যা! ময়মনসিংহে গুলি করে মারা হল নিরাপত্তাকর্মীকে
দুই সপ্তাহে এই নিয়ে তৃতীয় সংখ্যালঘু খুন!
‘কলকাতার মেয়ে’র মুকুটে রাজশিরোপা, ব্রিটেনের পঞ্চম সর্বোচ্চ সম্মান পাচ্ছেন ‘বাঙালি’ক্রিকেটার
জাতীয় দলের জার্সিতে শতাধিক ম্যাচ খেলেছেন তিনি।
SIR Hearing: ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের ইতিহাস জানা সকলের। ভারত-পাকিস্তানের মধ্যে চলা সেই যুদ্ধে দেশের জওয়ানরা নিজেদের প্রাণের পরোয়া না করে কীভাবে লড়াই করেছিলেন সেই ঘটনা প্রত্যেকের জানা। সেই সময় চলা যুদ্ধে সৈনিক ছিলেন সঞ্জীব ভট্টাচার্যও।
পবিত্র ব্রজভূমি মথুরাতে সানি লিওনের অনুষ্ঠানে আপত্তি পুরোহিতদের, উঠল শো বাতিলের ডাক
চাপের মুখে পড়ে সানির শো বাতিল করতে বাধ্য হন শোয়ের উদ্যোক্তারা।
Local Train New Time Table: হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বদলে যাচ্ছে ট্রেনের সময়, রইল পূর্ণাঙ্গ তালিকা
Howrah Train New Time Table: নতুন টাইম টেবিলে লোকাল ট্রেনের পাশাপাশি মেল/এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের সময়সূচিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। হাওড়া ডিভিশনে একাধিক শাখার মতো হাওড়া-বর্ধমান কর্ড লাইনেও একাধিক ট্রেনের সময়সূচিতে বদল এসেছে। দেখে নিন পুরো তালিকা।
‘প্রায়ই মেসেজ করত’, সূর্যকুমারের ‘গোপন কাণ্ড’ফাঁস বোল্ড বঙ্গকন্যা খুশির! কী কথা হত?
প্যান্টিহীন পোশাক পরে প্রকাশ্যে ঘুরে চর্চায় এসেছিলেন খুশি।
Arambag: শুনানিতে হেনস্থার অভিযোগ, বিডিও অফিস ঘেরাও
Arambag: তাঁর দাবি, কেন বিএলএ-দের শুনানির সময়ে হাজির থাকা যাবে না? বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে শুনানি করতে হবে। প্রসঙ্গত, রবিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএ-দের সঙ্গে ভার্চুয়ারি বৈঠকে, তাঁদের হিয়ারিংয়ে থাকার নির্দেশ দিয়েছেন।
CM Mamata Banerjee |জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও-এর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর! নেপথ্যে কোন কারণ?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআর-এর (SIR) শুনানিতে বৃদ্ধ-বৃদ্ধাদের ডেকে পাঠাচ্ছে। মানুষকে সম্মানটুকু দিতে জানে না।’ বাঁকুড়ার বড়জোড়ার জনসভা (Bankura) থেকে নাম না করে নির্বাচন কমিশনকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সঙ্গে হুঁশিয়ারি দিলেন, ‘একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এসআইআর পর্বে ৫৮ থেকে […] The post CM Mamata Banerjee | জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও-এর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর! নেপথ্যে কোন কারণ? appeared first on Uttarbanga Sambad .
কল্লোল মজুমদার, মালদা: দুই গোষ্ঠীর অধ্যাপকদের লড়াইয়ে প্রায় প্রতিদিনই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (University of Gour Banga) নাম শিরোনামে উঠে আসছে। সোমবার পুরোনো একটি ঘটনা থেকে নতুন করে বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য ছড়াল। এক অধ্যাপকের বিরুদ্ধে জাত তুলে অপমান করার অভিযোগ তুলে পুলিশে নালিশ জানালেন অপর এক অধ্যাপক তথা পরীক্ষা নিয়ামক। অভিযুক্ত অচিন্ত্যকুমার বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তবে […] The post University of Gour Banga | জাত তুলে অপমান, সহকর্মীর বিরুদ্ধে থানায়! শিরোনামে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপকের দ্বন্দ্ব appeared first on Uttarbanga Sambad .
‘অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে পদক্ষেপ না করলে…’, ফেসবুক, ইনস্টাগ্রামকে কড়া বার্তা কেন্দ্রের
২০২১-এর তথ্যপ্রযুক্তি আইনের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়।
SIR শুনানিতে ডাক পেয়েই অবসাদগ্রস্ত! এবার রামনগরে ‘আত্মঘাতী’বৃদ্ধ
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার।
Sleep Mistakes |অনিদ্রার সমস্যায় জেরবার? শোয়ার আগে এই ৫টি ভুলই কাড়ছে আপনার ঘুম!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সারাদিনের খাটুনির পর বিছানায় পিঠ ঠেকিয়েও ঘুম আসছে না? দীর্ঘক্ষণ এপাশ-ওপাশ করেই কেটে যাচ্ছে রাত? এই অনিয়মিত ঘুম কেবল ক্লান্তি নয়, বরং ডেকে আনতে পারে দীর্ঘমেয়াদি ক্রনিক রোগ। আমরা অজান্তেই শোয়ার আগে এমন কিছু কাজ করি যা মস্তিষ্ককে সজাগ রাখে। জেনে নিন কোন ৫টি ভুল আপনার রাতের ঘুম কেড়ে নিচ্ছে এবং […] The post Sleep Mistakes | অনিদ্রার সমস্যায় জেরবার? শোয়ার আগে এই ৫টি ভুলই কাড়ছে আপনার ঘুম! appeared first on Uttarbanga Sambad .
Kanti Ganguly: ‘সারপ্রাইজড’! নোটিস পেলেন ১০ বছর ধরে মন্ত্রী থাকা কান্তি গঙ্গোপাধ্যায়
SIR: কান্তি গঙ্গোপাধ্যায়ের দাবি, তিনি এসআইআর প্রক্রিয়া চলাকালীন সব বৈধ নথিপত্র নিয়ম মেনেই জমা দিয়েছেন। তারপরও তাঁর কাছে একটি নোটিস এসেছে। আর তাতেই তিনি অবাক। তবে নির্দিষ্ট সময়ে তিনি শুনানির জন্য হাজির থাকবেন বলে জানিয়েছেন কান্তি। নির্বাচন কমিশনারকে দেওয়া ওই চিঠির সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রও জমা দিয়েছেন তিনি।হাজির হবেন নির্দিষ্ট দিনে।
SIR: আশিতে আসিও…! SIR-এর লাইনে কাঁপছে অশীতিপররা
Election Commission:বাংলায় শনিবার থেকে শুরু হয়েছে SIR-এর শুনানি পর্ব। খসড়া তালিকায় যাঁদের নাম নেই তাঁরা আসছেন হাজিরা দিতে। কিন্তু চোখে লাগছে কখন বলুন তো? যখন এই শীতের মধ্যেও কাঁপতে কাঁপতে বৃদ্ধ-বৃদ্ধারা তাঁদের পরিজনদের হাত ধরে আসছেন শুনানিতে। কেউ-কেউ আবার একাই আসছেন। কমিশন কিন্তু বলেছে, ৮৫ বছর বয়সী সব প্রবীণ নাগরিকদের হেয়ারিং বাড়িতে বসেই হবে।
SIR: শেষমেশ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেই দায়ের হল অভিযোগ, SIR হিয়ারিং পর্বে কী হল?
SIR In WB: দুর্জন মাঝি প্রাক্তন বিসিসিএল কর্মী। এসআইআর-এর ফর্ম পূরণের পরেও তিনি শুনানির ডাক পান। একই সঙ্গে তাঁর স্ত্রী, ছেলে ও তাঁর মেয়ে রয়েছেন। যদিও তাঁদের ডাক পড়েনি। তাই গত কয়েকদিন ধরেই আতঙ্কে ছিলেন। পরিবারের দাবি, হিয়ারিংয়ের নোটিস আসার পর থেকেই মনমরা থাকতেন তিনি।
EPFO Update: বছর শেষের আগে PF নিয়ে বড় আপডেট, এই কাজ না করলে আটকে যাবে পুরো টাকা
EPFO: কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, বর্তমানে লক্ষ লক্ষ পিএফ অ্য়াকাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে। এবার সেই আটকে থাকা টাকা উদ্ধারের কাজেই নামছে কেন্দ্র। অনেক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। এবার কেন্দ্র সেই অ্যাকাউন্টগুলি উদ্ধার করার কাজে নেমেছে।
অমিতাভের নাতি অগস্ত্যকে ‘চুমু’আবেগঘন রেখার, চোখে জল বিগ বি’র! আজও পুরনো প্রেম ভোলেননি?
'ইক্কিস'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে কী করলেন রেখা? যা দেখে তোলপাড় নেটপাড়া।
প্রধানমন্ত্রী মোদীকে যোগীর পদত্যাগ করতে বলার ভিডিও AI দ্বারা সম্পাদিত
বুম দেখে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলে প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগের দাবি জানানো যোগীর ভিডিও এআই দিয়ে সম্পাদিত।
বোলপুরের ঐতিহ্যবাহী পৌষমেলায় পর্যটকদের ভিড়, ছয়দিনেই মদ বিকোল আড়াই কোটির
বোলপুর-শান্তিনিকেতন এলাকায় প্রায় ৪৪টি দোকান রয়েছে।
বঙ্গ বিজেপির প্রার্থী নির্ধারণেও দিল্লির দাদাগিরি! আশায় বহু নেতা, একাধিক বিধায়কের বাদ পড়ার সম্ভাবনা
ইতিমধ্যেই প্রার্থী হতে চেয়ে হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছে।
Clove Astrology Remedies: জীবন মানেই নানা রকম সমস্যা। কখনও আর্থিক অনটন, কখনও দাম্পত্য কলহ, আবার কখনও অদৃশ্য বাধায় আটকে যায় কাজ। অনেক সময় কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এই ধরনের পরিস্থিতিতে মানুষ বহু যুগ ধরে জ্যোতিষশাস্ত্রের ওপর ভরসা রেখে এসেছে। জ্যোতিষ মতে, আমাদের চারপাশে থাকা কিছু সাধারণ উপাদান সঠিক নিয়মে ব্যবহার করলে জীবনের জটিল সমস্যার সমাধানে সহায়তা হতে পারে। তেমনই এক অত্যন্ত পরিচিত ও সহজলভ্য উপাদান হল লবঙ্গ। লবঙ্গ সাধারণত রান্নাঘরের মশলা হিসেবেই বেশি পরিচিত। তবে জ্যোতিষ ও আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী লবঙ্গের মধ্যে রয়েছে শক্তিশালী ইতিবাচক শক্তি। এর তীব্র সুবাস পরিবেশকে যেমন বিশুদ্ধ করে, তেমনই নেগেটিভ শক্তি দূর করতেও সহায়ক বলে মনে করা হয়। শাস্ত্রমতে, নিয়ম মেনে লবঙ্গ ব্যবহার করলে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে এবং দীর্ঘদিনের আটকে থাকা সমস্যার সমাধান ধীরে দেখা যায়। আরও পড়ুন- চলতি সপ্তাহে প্রেমের ক্ষেত্রে কোন রাশির জীবনে আসতে চলেছে বিরাট পরিবর্তন? দেখে নিন বাড়িতে শান্তি ফেরাতে বাড়ির পরিবেশে অশান্তি, মনমরা ভাব বা অকারণ ঝগড়া লেগেই থাকলে তা অনেক সময় নেগেটিভ শক্তির ইঙ্গিত বলে ধরা হয়। জ্যোতিষ মতে, প্রদীপে লবঙ্গ দিয়ে নির্দিষ্ট দিনে তা জ্বালিয়ে সারা বাড়িতে প্রদীপ দেখালে পরিবেশ শুদ্ধ হয়। এতে মানসিক চাপ কমে এবং ঘরে শান্তির আবহ তৈরি হয়। অনেকেই বিশ্বাস করেন, নিয়মিত এই অভ্যাস করলে সংসারে হাসি-খুশি বজায় থাকে। আরও পড়ুন- ভোরের স্বপ্নে এই ৫ জিনিস দেখলে বদলে যেতে পারে ভাগ্য, শাস্ত্র কী বলছে জানলে খুশি হবেন সাফল্য পেতে জীবনে বারবার বাধার সম্মুখীন হওয়া কিংবা চেষ্টা করেও সাফল্য না পাওয়া খুব হতাশাজনক। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, গণেশজির কাছে লবঙ্গ অর্পণ করলে কাজের বাধা কেটে যায় এবং উন্নতির পথ খুলে যায়। বিশেষ করে যাঁরা কর্মক্ষেত্রে বারবার সমস্যায় পড়ছেন, তাঁদের জন্য এই নিয়মটি উপকারী বলে মানা হয়। আরও পড়ুন- মেষ থেকে মীন, জানুন আজকের রাশিফল এবং প্রতিকার ইচ্ছাপূরণের ক্ষেত্রে মনোবাসনা পূরণ এবং ইচ্ছাপূরণের ক্ষেত্রেও লবঙ্গের ব্যবহার উল্লেখযোগ্য। বিশ্বাস করা হয়, হনুমানজির সামনে লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালালে আত্মবিশ্বাস বাড়ে এবং মনের ইচ্ছা পূরণের পথ প্রশস্ত হয়। এতে মানসিক দৃঢ়তা আসে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। আরও পড়ুন- স্বল্প চেনা মানুষের দেওয়া এই ৪ খাবার, খেলেই জীবনে ঢুকে পড়তে পারে নেগেটিভ এনার্জি! রাহু এবং কেতুর অশুভ প্রভাব কাটাতে কোষ্ঠীতে রাহু ও কেতুর অশুভ প্রভাব জীবনে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে। হঠাৎ আর্থিক ক্ষতি, মানসিক অস্থিরতা বা অকারণ ভয় এই গ্রহদোষের লক্ষণ বলে ধরা হয়। জ্যোতিষ মতে, শিবলিঙ্গে নিয়মিত লবঙ্গ অর্পণ করলে রাহু-কেতুর ক্ষতিকর প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে। এর ফলে মানসিক শান্তি ফিরে আসে এবং জীবনে স্থিরতা দেখা দেয়। দাম্পত্য অশান্তি কাটাতে দাম্পত্য জীবনে অশান্তি থাকলে সংসারের সুখ নষ্ট হয়ে যায়। জ্যোতিষ মতে, কর্পূর ও লবঙ্গের ধোঁয়া ঘরের ভিতরে ছড়িয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয় এবং স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়ে। এতে সম্পর্কের উষ্ণতা ফিরে আসে বলে বিশ্বাস করা হয়। অর্থনৈতিক সমস্যায় অর্থনৈতিক সমস্যায় আটকে থাকা টাকা ফেরত না পাওয়া অনেকের কাছেই বড় দুশ্চিন্তার কারণ। শাস্ত্র অনুযায়ী, বিশেষ তিথিতে লবঙ্গ ব্যবহার করে লক্ষ্মীদেবীর নাম জপ করলে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই সময় সম্পূর্ণ মনোযোগ ও বিশ্বাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। সৌভাগ্য বৃদ্ধির জন্য এছাড়া আত্মবিশ্বাস বাড়াতে এবং গুরুত্বপূর্ণ কাজের আগে সৌভাগ্য বৃদ্ধির জন্যও লবঙ্গ ব্যবহারের কথা বলা হয়েছে। ইন্টারভিউ বা গুরুত্বপূর্ণ বৈঠকের আগে লবঙ্গ ব্যবহার করলে মনোবল বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। নিয়মিত ব্যবহার জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সব টোটকা বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে পালন করা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও উপায়ই একদিনে ফল দেয় না। নিয়ম, নিষ্ঠা ও ইতিবাচক মানসিকতা থাকলেই ধীরে ধীরে তার ফল পাওয়া যায়। লবঙ্গের মতো সাধারণ একটি উপাদানও সঠিক নিয়মে ব্যবহার করলে জীবনে বড় পরিবর্তন আনতে পারে বলে বিশ্বাস করা হয়। মাথায় রাখুন: এই নিবন্ধে উল্লিখিত তথ্য ও বিশ্বাস জ্যোতিষ এবং লোকবিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা। এগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
Boiled Raw Papaya |সুস্থ থাকতে পাতে রাখুন পেঁপে সেদ্ধ! এক নিমেষেই মিলবে এই উপকারগুলি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ততার দিনে ভাতের হাঁড়িতে দুটো আলু বা সবজি সেদ্ধ দিয়ে চটজলদি খাওয়া সেরে নেওয়ার অভ্যাস আমাদের অনেকেরই আছে। কিন্তু সেই সেদ্ধর তালিকায় যদি সামান্য কাঁচা পেঁপে থাকে, তবে তা কেবল আপনার রসনাতৃপ্তিই করবে না, শরীরে ফিরিয়ে আনবে হারানো জেল্লা ও স্বাস্থ্য। সামান্য নুন, সর্ষের তেল আর গোলমরিচ ছড়ানো এক টুকরো পেঁপে […] The post Boiled Raw Papaya | সুস্থ থাকতে পাতে রাখুন পেঁপে সেদ্ধ! এক নিমেষেই মিলবে এই উপকারগুলি appeared first on Uttarbanga Sambad .
Khaleda Zia |খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত বিপিএল, শোকাতুর সেদেশের ক্রীড়াঙ্গন
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার (Khaleda Zia) প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঙ্গলবারের নির্ধারিত ম্যাচ দুটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় বোর্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে […] The post Khaleda Zia | খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত বিপিএল, শোকাতুর সেদেশের ক্রীড়াঙ্গন appeared first on Uttarbanga Sambad .
Mamata Banerjee: ছাব্বিশের নির্বাচনে খেলার নাম ‘ফাটাফাটি’! মমতা বললেন ‘দারুণ হবে’
Mamata Banerjee in Bankura: একুশের নির্বাচনে বাংলায় দু'শোর বেশি আসন পাবে বলে দাবি করেছিলেন বিজেপি নেতারা। জিতেছিল ৭৭টি আসন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, ছাব্বিশের নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পাবে বিজেপি। এদিন বড়জোড়ার সভা থেকে তা নিয়ে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতি (India Pakistan Conflict) নিয়ে নিজের দাবিতে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) সঙ্গে বৈঠকেও একই দাবি পুনর্ব্যক্ত করলেন তিনি। শুধু তাই নয়, সংঘর্ষ থামানোর পরেও কোনও কৃতিত্ব পাননি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ফ্লোরিডার পাম বিচে দ্বিপাক্ষিক বৈঠক […] The post Donald Trump | ‘ভারত-পাক সংঘর্ষ থামিয়েছিলাম, কিন্তু কেউ কৃতিত্ব দেয়নি’, নেতানিয়াহুর সামনে দাবি ট্রাম্পের appeared first on Uttarbanga Sambad .
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস, উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭
আহতের সংখ্যা কমপক্ষে ১২।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গান্ধি পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধি বঢরা এবং ব্যবসায়ী রবার্ট বঢরার পুত্র রেহান বঢরা তাঁর দীর্ঘদিনের বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান (Raihan Vadra Engagement) পর্ব সম্পন্ন করলেন। জানা গিয়েছে, গত সাত বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। আভিভার পরিবার দিল্লিরই বাসিন্দা এবং দুই পরিবারের মধ্যে অত্যন্ত […] The post Raihan Vadra Engagement | ৭ বছরের প্রেম পরিণতি পেল বাগদানে, জেনে নিন কে হচ্ছেন সোনিয়া গান্ধির নাতবৌমা… appeared first on Uttarbanga Sambad .

15 C