ব্যাংকে চাকরির বিরাট সুযোগ, শতাধিক শূন্যপদ, কীভাবে করবেন আবেদন?
ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী? ইউকো ব্যাংক যোগ্য প্রার্থীদের জন্য নিয়ে এসেছে ব্যাঙ্কে চাকরির এক বিরাট সুযোগ। জেনারেলিস্ট এবং স্পেশালিস্ট অফিসার পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগ জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-I (JMGS-I) এবং মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-II (MMGS-II) অধীনে অনুষ্ঠিত হবে। মোট ১৭৩টি পদে নিয়োগ করা হবে, যার মধ্যে ব্যাংকিং, ফিনান্স, অ্যাকাউন্টিং এবং আইটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ পদ অন্তর্ভুক্ত রয়েছে। ইউকো ব্যাংকের এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ১৩ জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। স্নাতক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা ইঞ্জিনিয়ারিং এবং আইটি ব্যাকগ্রাউন্ডধারী প্রার্থীদের জন্য এটি বিশেষ সুযোগ। আবেদন এবং ফি প্রদান প্রক্রিয়া ২ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন করতে হবে। জেনারেলিস্ট এবং স্পেশালিস্ট অফিসারের মধ্যে রয়েছে ট্রেড ফাইন্যান্স অফিসার, ট্রেজারি অফিসার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডাটাবেস ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, ক্লাউড ইঞ্জিনিয়ার, এআই ও এমএল ইঞ্জিনিয়ার, ডেটা বিশ্লেষক, ডেটা সায়েন্টিস্ট এবং সাইবারসিকিউরিটি অফিসার। এছাড়াও, ডেটা প্রাইভেসি এবং ডেটা ইঞ্জিনিয়ারের মতো পদও অন্তর্ভুক্ত রয়েছে। প্রত্যেক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন ভিন্ন। ট্রেড ফাইন্যান্স অফিসারের জন্য এমবিএ বা পিজিডিএম সহ স্নাতক ডিগ্রি এবং এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। ট্রেজারি অফিসারের জন্য এমবিএ সহ স্নাতক ডিগ্রি এবং তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের জন্য আইসিএআই থেকে সিএ প্রয়োজন। জুনিয়র স্কেলে এক বছরের অভিজ্ঞতা এবং মিডল স্কেলে তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। আইটি এবং প্রযুক্তি সম্পর্কিত পদের জন্য বি.টেক, বি.ই., এমসিএ অথবা কম্পিউটার বিজ্ঞান-সম্পর্কিত ডিগ্রি এবং এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। ডেটা-সম্পর্কিত পদের জন্য ডেটা সায়েন্স, আইটি বা পরিসংখ্যানে ডিগ্রি এবং তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। বয়সসীমা JMGS-I পদের জন্য ২০ থেকে ৩০ বছর এবং MMGS-II পদের জন্য ২২ থেকে ৩৫ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে। SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC ৩ বছর এবং ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১০ বছর ছাড় প্রযোজ্য। বেতন কাঠামোও আকর্ষণীয়। JMGS-I স্কেলের কর্মকর্তারা প্রাথমিকভাবে প্রায় ৪৮,৪৮০ টাকা মূল বেতন পাবেন, যা সময়ের সঙ্গে ৮৫,৯২০ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। MMGS-II স্কেলের কর্মকর্তাদের বেতন প্রাথমিকভাবে ৬৪,৮২০ টাকা যা সর্বোচ্চ ৯৩,৯৬০ টাকা পর্যন্ত যেতে পারে। আবেদন করতে প্রার্থীদের UCO ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট uco.bank.in-এ যেতে হবে। ক্যারিয়ার বিভাগ থেকে নিয়োগ লিঙ্কে ক্লিক করে নিবন্ধন করতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ এবং নথি আপলোডের পর অনলাইনে ফি প্রদান করে আবেদনপত্র জমা দিতে হবে। জমা দেওয়ার পর একটি কপি সংরক্ষণ করা আবশ্যক।
বাবার মদ্যপানে আপত্তি, ‘আত্মঘাতী’ছেলে, সন্তানের লাশ দেখে গলায় ফাঁস পিতারও
একই দিনে বাবা ও ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের শামুকতলা আদিবাসী এলাকায়।
ইতিহাসকে খুঁজতে সিকিমের দুর্গম প্রাচীন সিল্ক রুটে কলকাতার ৮০ জন পর্যটক
খাড়া পথের জন্য সাড়ে ৬ কিলোমিটার ট্রেকিংয়ের জন্য নির্দিষ্ট করা ছিল। পর্যটকদের রেশির রানিবন রিসোর্টে থাকার ব্যবস্থা ছিল। সেটাই তাদের বেসক্যাম্প হিসেবে কাজ করেছে।
Leadership Zodiac Signs: ভালো কর্মচারী হওয়া আর ভাল নেতা হওয়া এক বিষয় নয়। অনেকেই নিজের কাজ নিখুঁতভাবে করতে পারেন, কিন্তু সবাই পারেন না একটি দলকে এক সুতোয় বেঁধে রেখে সামনে এগিয়ে নিয়ে যেতে। নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, বরং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া, সকলের ওপর আস্থা রাখা এবং কঠিন সময়ে সামনে থেকে পথ দেখানোও। ঠিক যেমন ক্রিকেটের মাঠে একজন ক্যাপ্টেন পুরো ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন, তেমনই বাস্তব জীবনেও কিছু মানুষ আছেন যাঁরা জন্ম থেকেই নেতা হয়ে ওঠেন। জ্যোতিষশাস্ত্র বলছে, রাশিচক্রের চারটি রাশির মধ্যে এই নেতৃত্বদানের গুণ স্বাভাবিকভাবেই প্রবাহিত হয়। মেষ মেষ রাশির মানুষের মধ্যে থাকে অদম্য এগিয়ে যাওয়ার শক্তি। যে কোনও নতুন পরিস্থিতিতে মেষ রাশির জাতকরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই সিদ্ধান্তের দায় নিজের কাঁধে নিতে ভয় পান না। ঝুঁকি নিতে তাঁরা অভ্যস্ত এবং ব্যর্থতাকে কখনও শেষ বলে মনে করেন না। ব্যবসা হোক বা চাকরি, দলকে সামনে রেখে এগিয়ে যাওয়ার মানসিকতা মেষ রাশির স্বভাবেই রয়েছে। কঠিন সময়েও তাঁরা হাল ছাড়েন না, বরং দলকে অনুপ্রাণিত করে আরও শক্তভাবে দাঁড় করান। এই আত্মবিশ্বাসই তাঁদের একজন প্রকৃত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। কর্কট কর্কট রাশির নেতৃত্ব একটু আলাদা ধাঁচের। এই রাশির মানুষরা আবেগপ্রবণ হলেও নেতৃত্বের জায়গায় অত্যন্ত বাস্তববাদী। দলকে পরিবারের মতো দেখাই কর্কট রাশির সবচেয়ে বড় শক্তি। তাঁরা জানেন কোন সদস্যের কোথায় দুর্বলতা আছে এবং কীভাবে সেই দুর্বলতাকে শক্তিতে বদলে দেওয়া যায়। কোনও কাজ হাতে নিলে আগে পরিকল্পনা করেন, তারপর ধাপে ধাপে এগোন। কর্কট রাশির নেতৃত্বে দল নিরাপত্তা ও স্থিরতা অনুভব করে, যা দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিংহ সিংহ রাশি মানেই আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং কর্তৃত্ব। সিংহ রাশির জাতক-জাতিকারা স্বাভাবিকভাবেই লাইমলাইটে থাকতে পছন্দ করেন এবং অন্যরাও তাঁদের নেতৃত্ব মেনে নিতে স্বচ্ছন্দ বোধ করেন। সংকটের মুহূর্তে সিংহ রাশির মানুষরা কখনও বিচলিত হন না। বরং ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে দলকে সঠিক পথে চালিত করেন। প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হন না, আবার দরকার হলে উদার মনেও ক্ষমা করতে জানেন। এই ভারসাম্যই তাঁদের এক জন সফল ক্যাপ্টেন বা বস হিসেবে গড়ে তোলে। বৃশ্চিক বৃশ্চিক রাশির নেতৃত্ব নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী। এই রাশির মানুষরা খুব বেশি কথা না বললেও কাজের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করেন। সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের মতামত শোনার মানসিকতা বৃশ্চিক রাশির অন্যতম বড় গুণ। তাঁরা জানেন কখন কাকে দায়িত্ব দিতে হবে এবং কীভাবে সেই দায়িত্ব আদায় করে নিতে হয়। লক্ষ্য স্থির রেখে এগোনোর ক্ষমতা বৃশ্চিক রাশির জাতকদের অন্যদের থেকে আলাদা করে তোলে। কোনও কাজের দায়িত্ব নিলে তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁরা থামেন না। জ্যোতিষ মতে, নেতৃত্ব মানে শুধু ওপরে বসে থাকা নয়, বরং দলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলাও। মেষের সাহস, কর্কটের যত্ন, সিংহের আত্মবিশ্বাস এবং বৃশ্চিকের দৃঢ় সংকল্প—এই চার রাশির মানুষের মধ্যেই প্রকৃত ক্যাপ্টেন কুল ‘Captain Cool’ হয়ে ওঠার সমস্ত উপাদান বিদ্যমান। তাই অফিস হোক বা জীবনের ২২ গজ, এই রাশির মানুষদের হাতেই প্রায়শই দলের ভাগ্য বদলে যায়।
প্রকৃতি–চিন্তার অদৃশ্য এক নায়ক
সেবন্তী ঘোষ আমরা কি কাঁচাবাদাম কাকুকে চিনি? অবশ্যই। ক’দিন আগেই আশা-লতা কণ্ঠী এক দরিদ্র গায়িকাকে নিয়ে মেতে উঠিনি আমরা? ঝাঁপিয়ে পড়েছি বলা যায়। তাঁর স্বাভাবিক মুখখানাকে চড়া মেকআপে রংচঙে করে মহা তামাশায় মেতে উঠেছি। আমরা মোহিনীআট্যম থেকে মহাকাশ বিজ্ঞানীর স্তুতি করেছি। হালেই দেখুন, ট্রাম্পের নাচনকোদন, মুখভঙ্গি থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম খোকাখুকুও জানে। মানবাধিকার থেকে […] The post প্রকৃতি–চিন্তার অদৃশ্য এক নায়ক appeared first on Uttarbanga Sambad .
Google Search: এই চার বিষয় ভুলেও Google সার্চ করবেন না! আপনার জেলযাত্রা কেউ আটকাতে পারবে না
আজকের ডিজিটাল যুগে, গুগল এখন নিত্যদিনের কাজের অন্যতম প্রধান সঙ্গী। বিনোদন, শিক্ষা, রাজনীতি বা স্বাস্থ্য প্রায় সব ক্ষেত্রেই আমরা তথ্যের জন্য গুগলের উপর নির্ভর করি। তবে অনেকেই জানেন না যে কিছু ধরনের বিষয় গুগলে সার্চ করা কেবল ঝুঁকিপূর্ণই নয়, এগুলো ভারতের সাইবার আইন অনুসারে অবৈধ, এবং এর ফলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা রয়েছে। ২ আক্রান্ত, ১০০ আইসোলেশনে, নিপা রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে, কী করবেন আর কী নয়? প্রথমত, অস্ত্র বা বোমা তৈরির তথ্য গুগলে সার্চ করা একেবারেই নিষিদ্ধ। বোমা, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বা অন্য কোনো অস্ত্র তৈরির টিউটোরিয়াল খোঁজার চেষ্টা করলে তা জাতীয় নিরাপত্তা সংস্থার নজরে আসতে পারে। বারবার সেটা চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। ভারতের আইনে, অবৈধ উদ্দেশ্যে অস্ত্র তৈরির তথ্য সংগ্রহ করা গুরুতর অপরাধ। ২ আক্রান্ত, ১০০ আইসোলেশনে, নিপা রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে দ্বিতীয়ত, হ্যাকিং টুলস বা অবৈধ সাইবার কার্যকলাপ সম্পর্কিত তথ্য খোঁজাও আইনবিরুদ্ধ। অনেক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করার টিউটোরিয়াল বা পাসওয়ার্ড চুরি করার অ্যাপের সন্ধান করেন গুগলে। আইটি অ্যাক্ট ২০০০ অনুসারে, হ্যাকিং বা হ্যাকিং সংক্রান্ত তথ্য অনুসন্ধান করা অপরাধ হিসেবে গণ্য হয়। পাশাপাশি, এই ধরনের সার্চ ডিভাইসকে ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের ঝুঁকিতেও ফেলে। Madhyamik 2026: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন তৃতীয়ত, চাইল্ড পর্নোগ্রাফি সম্পর্কিত কন্টেন্ট খোঁজা সবচেয়ে গুরুতর অপরাধের মধ্যে পড়ে। CSAM (Child Sexual Abuse Material) খোঁজা, দেখা, ডাউনলোড বা শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ। আইটি অ্যাক্ট ২০০০ এবং POCSO অ্যাক্ট অনুসারে, এর জন্য জেল, জরিমানা এবং অপরাধমূলক রেকর্ডের মুখোমুখি হতে হতে পারে। বারবার বা সন্দেহজনক সার্চ হলে প্রশাসন তদন্ত শুরু করতে পারে। বয়স্ক মা–বাবার দেখভাল না করলে কাটা যাবে বেতন, নতুন আইন লাগুর পথে এই রাজ্যের সরকার চতুর্থত, মাদক বা অবৈধ অস্ত্র অনলাইনে খোঁজাও বিপজ্জনক। গুগলে বারবার এই ধরণের কন্টেন্ট সার্চ করলে ব্যবহারকারীর ডিজিটাল ট্র্যাক রেকর্ড করা হয় এবং আইনগত পদক্ষেপ নেওয়া হয়। ডার্ক ওয়েব বা অবৈধ মার্কেটপ্লেসের মাধ্যমে তথ্য, মাদক, অস্ত্র বা নিষিদ্ধ কনটেন্ট কেনাবেচা করার চেষ্টা করা হলে তা গুরুতর অপরাধের মধ্যে পড়ে।
West Bengal, Kolkata Weather Report: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৬ই জানুয়ারি অর্থাৎ শুক্রবার। সেই কারণেই ঠান্ডার কামড় কম হবে বাংলায়। আবহাওয়া অফিস এও বলছে, শুক্রবার থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা।
Iran Shuts Airspace |মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! কাতারে মার্কিন তৎপরতা, আকাশসীমা বন্ধ করল ইরান
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কি তবে বেজে গেল? কাতারের মার্কিন সেনাঘাঁটির তৎপরতা এবং ইরানের হঠাৎ আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘটনায় তেহরানে মার্কিন হামলার জল্পনা তীব্র হয়েছে। বুধবার গভীর রাতে আচমকাই নিজেদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা করে ইরান (Iran Shuts Airspace)। প্রাথমিকভাবে দু’ঘণ্টার জন্য এই বিধিনিষেধ জারি করা হলেও পরে মেয়াদ বাড়ানো হয়। […] The post Iran Shuts Airspace | মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! কাতারে মার্কিন তৎপরতা, আকাশসীমা বন্ধ করল ইরান appeared first on Uttarbanga Sambad .
এপি ধিলোঁর সঙ্গে ‘মাখামাখি’তে ব্রেকআপ, তারাকে বিঁধে সোশাল মিডিয়ায় প্রাক্তন বীর বললেন, ‘সময় ঠিক…’
প্রেমিকা তারার সঙ্গে সম্পর্কে ইতি টানেন বীর পাহাড়িয়া। তা নিয়ে জলঘোলা হয়ছিল বইকি। তারার সঙ্গে সম্পর্ক ভাঙার পর এবার সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বীর।
মার্কিন হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইরান, উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার! কীভাবে ফিরবেন ভারতীয়রা?
দেশব্যাপী বিক্ষোভ এবং আমেরিকার হুঁশিয়ারির মধ্যে বৃহস্পতিবার থেকে অসামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধের নির্দেশ দিয়েছে ইরান।
Gold Price Hike: ধরলেই ছ্য়াঁকা! দু’দিনে ১১ হাজার টাকা বাড়ল দাম, কলকাতায় আজ সোনার দর কত?
Gold & Silver Price in Kolkata-West Bengal: মকর সংক্রান্তির দিনই এক ধাক্কায় প্রায় ১১ হাজার টাকা সোনার দাম বেড়েছিল। রুপোর দামও হু হু করে চড়ছে। আজও সেই ছবি বদলাল না। সোনা ও রুপো- দুই ধাতুরই দাম লাগামছাড়া হারে বৃদ্ধি পাওয়ায় দোকানে বিক্রি-বাট্টায় ভাঁটা পড়েছে।
আমেরিকায় ঢুকতে পারবে না বাংলাদেশি, পাকিস্তানিরা, বড় ঘোষণা ট্রাম্পের, জয়শঙ্করকে ফোন ইরানের
মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া, ইরান ও আফগানিস্তানসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে। এই সিদ্ধান্ত ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। রাশিয়া, ইরান, আফগানিস্তান ছাড়াও সোমালিয়া, ইরাক, মিশর, ব্রাজিল, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেনসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের ওপর এই পদক্ষেপ প্রযোজ্য হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, যেসব দেশের নাগরিকরা আমেরিকায় এসে সরকারি সুযোগ-সুবিধার উপর নির্ভর করতে পারেন, সেই সমস্ত দেশের নাম তালিকাভুক্ত করা হয়েছে। মূল লক্ষ্য হলো এমন ব্যক্তিদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ আটকানো যাদের নিজেদের জীবন-যাপনের সক্ষমতা নেই এবং যারা সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল। আরও পড়ুন- ইরানে ১০ হাজার ভারতীয়'র ভবিষ্যৎ প্রশ্নের মুখে? উত্তাল পরিস্থিতিতে দেশ ছাড়ার বড় নির্দেশ তালিকাভুক্ত দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আন্টিগুয়া ও বার্বুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুস, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বর্মা, কম্বোডিয়া, ক্যামেরন, কেপ ভার্ডে, কলম্বিয়া, কঙ্গো, কিউবা, ডমিনিকা, মিশর, এরিট্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়েতামালা, গিনিয়া, হাইতি, ইরান, ইরাক, আইভরি কোস্ট, জামাইকা, জর্ডান, কাজ়াকস্থান, কোসোভো, কুয়েত, কিরগিস্তান, লাওস, লেবানন, লিবেরিয়া, লিবিয়া, মার্সেডোনিয়া, মলডোভা, মঙ্গোলিয়া, মরক্কো, মন্টেনেগ্রো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, রিপাবলিক অব কঙ্গো, রাশিয়া, রোয়ান্ডা, সেনেগাল, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান, ইয়েমেন, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস। তালিকায় ভারতের নাম নেই। ফলে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদানে কোনো বাধা নেই এবং মার্কিন প্রশাসন তাদের জন্য ভিসা প্রদান অব্যাহত রাখবে। এদিকে ইরানে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে, বুধবার ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে আলোচনা করেছেন। জয়শঙ্কর নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এই তথ্য শেয়ার করেছেন। তিনি লিখেছেন, দুই নেতা ইরান এবং আশেপাশের অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং সংশ্লিষ্ট উদ্বেগ নিয়ে আলোচনা করেছেন। কথোপকথনে এই অঞ্চলের পরিস্থিতি, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং প্রভাবিত দেশগুলির সম্ভাব্য পদক্ষেপও উঠে এসেছে। আরও পড়ুন- মার্কিন হামলার ভয়ে চূড়ান্ত সতর্ক ইরান, বন্ধ আকাশসীমা, ২৪ ঘন্টার মধ্যেই বড় হামলা? এই আলোচনা এমন এক সময়ে হয়েছে যখন ইরান এবং পশ্চিম এশিয়ার অন্যান্য অংশে উত্তেজনা তীব্র হচ্ছে। ২৮শে ডিসেম্বর থেকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে, যা ক্রমশ সহিংস আকার ধারণ করেছে। ইতিমধ্যেই বিক্ষোভে ২,৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। পরিস্থিতির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। ভারত সরকারের তরফ থেকেও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই ইরান ভ্রমণ বাতিল করার পরামর্শ দিয়েছে এবং ইরানে থাকা ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, পর্যটকরা বাণিজ্যিক বিমান সহ যেকোনো উপলব্ধ পরিবহন ব্যবহার করে নিরাপদে ইরান ত্যাগ করুন। প্রায় ১০,০০০ ভারতীয় নাগরিক ইরানে বসবাস করছেন। আরও পড়ুন- উত্তাল ইরান! বন্ধ আকাশসীমা, বিবৃতি জারি করল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো একই সঙ্গে দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসও মার্কিন সিদ্ধান্ত নিয়ে সতর্কবার্তা জারি করেছে। দূতাবাস এক্স-এ লিখেছে, আমেরিকার একতরফা সিদ্ধান্ত বিশ্ব ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। এতে রয়েছে অন্যায় শুল্ক আরোপ এবং আন্তর্জাতিক সংস্থাগুলি থেকে সরে যাওয়া। দেশগুলি যদি নীরব থাকে, বিপদ কেবল বাড়বে। Unilateral actions by the United States against the existing global order — including the imposition of unfair tariffs and its withdrawal from 66 international institutions — have pushed the world toward a breakdown of global norms. Silence and inaction by countries do not… — Iran in India (@Iran_in_India) January 14, 2026 ইরানে বিক্ষোভের মূল কারণ দেশের দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি। ৩১টিরও বেশি প্রদেশে ৫০০টিরও বেশি বিক্ষোভ হয়েছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দাম মানুষকে ক্ষুব্ধ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি গত তিন বছরে ইরান সরকারের মুখোমুখি সবচেয়ে গুরুতর অভ্যন্তরীণ সংকট। এছাড়াও, ইরান ইতিমধ্যেই আন্তর্জাতিক চাপের মুখোমুখি, বিশেষ করে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার পর। Received a call from Iranian Foreign Minister Seyed Abbas Araghchi. @araghchi We discussed the evolving situation in and around Iran. — Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 14, 2026
SIR: বাংলায় ফের মৃত্যু SIR আতঙ্কে? বৃদ্ধের পরিণতিতে কান্নায় পাথর গোটা পরিবার
South Dinajpur: পরিবার বলছে, জন্মসূত্রে তিনি ভারতীয়। প্রথমে বাড়ি ছিল রামরামপুরে। ২০০২ সালেই তিনি পাশের গ্রাম মির্জাপুর জামলাবাদে চলে আসেন। তিনি ধাইনগর উচ্চ বিদ্যালয়ের জমিদাতাও ছিলেন। ২০০২ এর আগে একাধিকবার ভোট দিয়েছিলেন। কিন্তু কী করে নাম বাদ গেল তা নিয়েই প্রশ্ন উঠছে।
এবার রাজনীতিতে শুভেন্দুর ভাইপো! মকর সংক্রান্তিতে নন্দীগ্রামেই ‘হাতেখড়ি’, কটাক্ষ তৃণমূলের
শুভেন্দু অধিকারীর বড় ভাই কৃষ্ণেন্দু অধিকারীর ছেলে হলেন দেবদীপ। বয়সে তরুণ। আইনের ছাত্র।
রাজ্য কমিটির পর স্থান নেই জেলা ইনচার্জের তালিকাতেও, ‘ব্রাত্য’শুভেন্দু ঘনিষ্ঠ কৌস্তভ-সজল-শঙ্কুরা
বঙ্গ বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জদের নাম ঘোষণা করা হল। নয়া জেলা ইনচার্জদের তালিকাতেও স্থান পেলেন না দলে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত কৌস্তভ বাগচী, সজল ঘোষ ও শঙ্কুদেব পণ্ডা কিংবা তরুণজ্যোতি তেওয়ারিরা।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের অভিবাসন নীতিতে বড়সড়ো ধাক্কা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পাকিস্তান (Pakistan), বাংলাদেশ সহ (Bangladesh) বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ওয়াশিংটন (US immigrant Visa Suspension)। বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের (US State Department) তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যা আগামী ২১ […] The post US immigrant Visa Suspension | এক ধাক্কায় বন্ধ মার্কিন ভিসা! ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশ-পাকিস্তান সহ ৭৫টি দেশ appeared first on Uttarbanga Sambad .
‘আমাদের নেমন্তন্ন করবে তো ঠাকুর?’- 'সহজ পাঠের গপ্পো' সিনেমার ছোট্ট নূর মন জয় করেছিল দর্শকদের। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক মানস মুকুল পালের (Manas Mukul Pal) সিনেমা সহজ পাঠের গপ্পো'র ছোট্ট নূর ইসলাম (Noor Islam) এখন কলেজপড়ুয়া। ‘সহজ পাঠের গপ্পো’ (Sahaj Paather Gappo) সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ শিশু অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিল নূর। সেই খবরটি যখন তাঁর ‘মানস কাকু’ ফোন করে জানাচ্ছিলেন, তখন নূর ব্যস্ত ছিল খেলার মাঠে। ফোনের ওপারে উচ্ছ্বসিত কণ্ঠে মানস কাকু বলেছিলেন,‘নূর তুমি জাতীয় পুরস্কার পেয়েছ।’ নূর খুব স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছিল, ‘ঠিক আছে, তুমি এখন ফোন রাখো, আমি খেলা শেষ করে বাড়ি গিয়ে তোমাকে ফোন করব।’ প্রান্তিক গ্রামে বেড়ে ওঠা নূর তখন বুঝতেই পারেনি জাতীয় পুরস্কার পাওয়ার গুরুত্ব আসলে কতটা। আজ কলেজপড়ুয়া নূর হাসতে হাসতে বলে, ‘সে সময় আমাকে যদি জাতীয় পুরস্কারের খবর না দিয়ে একটা চকলেট দিতেন, তাহলে বোধহয় আমি বেশি খুশি হতাম। কারণ তখন আমি জানতামই না জাতীয় পুরস্কারের মানে কী। শুধু আমি নয়, আমার বাড়ির কেউই সেটা ঠিকভাবে বুঝত না।’শৈশবের সেই সরলতা আর নিষ্পাপ অনুভূতিই আজ নূরের জীবনের এক অনন্য স্মৃতি হয়ে রয়েছে। নূর জানিয়েছে, ‘মানস কাকুর সঙ্গে আমার প্রথম যেদিন আলাপ হয়, কাকু আমায় জিজ্ঞেস করেছিলেন আমি অভিনয় করতে চাই কি না। তখন আমি জানতাম না অভিনয় আসলে কী! আমায় চুপ করে থাকতে দেখে কাকু জানান, আমি অভিনয় করলে প্রসেনজিৎকে সামনাসামনি দেখতে পাব। প্রসেনজিৎকে দেখতে পাওয়ার লোভেই আমি হ্যাঁ বলি।’ ছোট্ট গ্রামের ছোট্ট নূরের আকাশ এখন অনেকখানি বিস্তৃত। তার এখন গ্রামের গণ্ডি পেরিয়ে শহরতলিতে নিত্য যাতায়াত। উত্তর ২৪ পরগনার নন্দীপাড়া গ্রামে বেড়ে ওঠা নূর এখন টলিপাড়ায় নিজের জায়গা করে নিয়েছে। নূর জানায়, ‘সহজ পাঠের গপ্পো’-তে জাতীয় পুরস্কার পাওয়ার পর আমার কাছে অনেক কাজের সুযোগ আসে, কিন্তু আমার পরিবারের কেউ কলকাতার রাস্তাঘাট চেনে না। তাই তখন অনেক কাজই ছেড়ে দিতে হয়। একটু বড় হওয়ার পর যখন নিজে যাতায়াত করতে শিখলাম, তখন থেকে টলিপাড়ায় ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে শুরু করি।’ তবে নূর এও জানিয়েছে, ‘টাকার প্রয়োজন থাকলেও আমি কোনও দিন কোনও অপছন্দের চরিত্রে অভিনয় করিনি। মানস কাকুর কাছ থেকে শিখেছি, একজন আর্টিস্টের সমাজের প্রতি অনেক দায়িত্ব আছে। তাই একজন অনেস্ট আর্টিস্ট হিসেবে আমি এমন কোনও চরিত্র করব না, যেটা সমাজে খারাপ প্রভাব ফেলতে পারে।’ আরও পড়ুন: বাংলা সিনেমা জগতে গর্বের মুহূর্ত তৈরি করল শ্রীলেখা মিত্রের ‘মায়ানগর’ সহজ পাঠের গপ্পো সিনেমায় নূরের বড় দাদার চরিত্রে অভিনয় করা সামিউল আলম (গোপাল) সেও এখন কলেজপড়ুয়া। দীর্ঘ ১০ বছর পর তাঁদের বড় পর্দায় আবার একসঙ্গে দেখা যাবে মানস মুকুল পালের নতুন সিনেমা 'চণ্ডীকথা'য় (Chandikatha)। এই সিনেমায় বঞ্চিত ও পিছিয়ে পড়া শ্রেণির সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। 'ইন্ডিয়ান এক্সপ্রেস'কে খোলামেলা সাক্ষাৎকার দিল নূর ইসলাম- প্র: ‘সহজ পাঠের গপ্পো’-তে শুটিংয়ের সময়ের এমন কোন স্মৃতি আছে, যা আজও ভুলতে পারো না? উ: ‘সহজ পাঠের গপ্পো’-র কোনও স্মৃতিই ভোলার মতো না। প্রায় সব কথাই মনে আছে। আমাদের ডাবিং প্রায় সাড়ে তিন মাস ধরে হয়েছিল। যেদিন ডাবিং শেষ হলো, গাড়িতে উঠে মুখ নিচু করে চুপ করে বসে ছিলাম। তারপর মানস কাকু যখন গাড়িতে উঠে আমার গালে হাত দিয়ে আদর করে জিজ্ঞেস করেছিল, কী হয়েছে, আমি কেঁদে ফেলেছিলাম। সিনেমার কাজ শেষ, এবার বাড়ি ফিরে যেতে হবে, এই ভেবেই খুব কষ্ট হচ্ছিল। তখন কাকু জড়িয়ে ধরে খুব আদর করে দিয়েছিল। প্র: ছোট্ট গ্রাম থেকে উঠে এসে এখন টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছ। পথে কি কখনও কোনও বাধার মুখে পড়তে হয়েছে? উ: গ্রাম থেকে উঠে এলে অন্যদের যে পরিমাণ স্ট্রাগল করতে হয়, আমাকে সেটা করতে হয়নি। কারণ আমার শুরুটাই ‘সহজ পাঠের গপ্পো’ দিয়ে। মানস কাকুই আমাকে খুঁজে বার করে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করিয়েছেন। আমাকে চিনিয়েছেন, শিখিয়েছেন। ফলে বাধা এলেও আমি ঘাবড়াই না। আর ইন্ডাস্ট্রির প্রায় সবার কাছ থেকেই যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তার পাশে এক-আধজনের খারাপ ব্যবহার আমার মনে দাগ কাটতে পারে না। তাছাড়া আমি মনে করি, জীবনে এক-দু’জন খারাপ মানুষের মুখোমুখি হওয়াও দরকার। প্র: অভিনয় জগতে না এলে, জীবনে কী হতে চাইতে? উ: অভিনয় জগতে আসাটাই কাকতালীয়। সেটা না হলে জীবনে কিছু হতে চাওয়ার ইচ্ছেই তৈরি হতো কি না জানি না। হয়তো আমার এলাকার অন্যান্য ছেলেদের মতো কোনও একটা কাজে ঢুকে যেতাম। প্র: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পাবে বলেই অভিনয়ে রাজি হয়েছিলে। প্রথমবার ওঁর সঙ্গে সামনাসামনি দেখা হলে কেমন লেগেছিল? উ: সেদিন খুব আনন্দ হয়েছিল। গ্রামে ফিরে সবাইকে বলেছিলাম, ‘প্রসেনজিৎকে দেখেছি! আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে!’ আমাদের ডাবিংয়ের সময়ই ওঁকে প্রথম সামনাসামনি দেখেছিলাম। পরে ওঁর হাত থেকেই শ্রেষ্ঠ শিশু অভিনেতার পুরস্কারও নিয়েছি। প্র: ‘সহজ পাঠের গপ্পো’-কে কি টক্কর দিতে পারবে ‘চণ্ডীকথা’? উ: দুটো সিনেমার বিষয় একেবারেই আলাদা। তবে ‘চণ্ডীকথা’-য় আমার চরিত্রটা খুব কঠিন। অনেক অপেক্ষার পর এমন একটা চরিত্রে অভিনয়ের সুযোগ আসে। আমার বিশ্বাস, ‘চণ্ডীকথা’ও ‘সহজ পাঠের গপ্পো’-র মতোই মানুষের মন জয় করবে। আরও পড়ুন: সংগীতের মঞ্চে রাজনীতির ছায়া! ইউরোভিশন কনসার্টে ইজরায়েলের অংশগ্রহণ ঘিরে চাঞ্চল্য, সরে দাঁড়াল পাঁচ দেশ
Nipah Virus: ৪৮ থেকে বেড়ে ৮২ জন! নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা জানালেন স্বাস্থ্য কর্তা
Purba Bardhaman: পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন মঙ্গলবার পর্যন্ত ৪৮ জনের কন্টাক্ট ট্রেসিং করে লাইন লিস্টটা তৈরি করা হয়েছিল। সেটা বুধবার আরও বেড়েছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে সেটা ৮২ জন। এদের মধ্যে ২ জনের লক্ষ্মণ দেখা দিয়েছিল।
নাজমুল ইসলাম যদি পদত্যাগ না করেন, তা হলে ক্রিকেটাররা কোনও ধরনের ক্রিকেটই খেলতে নামবেন না! না টেস্ট, না ওয়ানডে, না টি-টোয়েন্টি, না বিপিএল-কিছুই না।
মার্কিন চাপে পিছু হটল ইরান! ‘আন্দোলনকারীদের গণহত্যা বন্ধ করেছে খামেনেই সরকার’, ঘোষণা ট্রাম্পের
তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি তেহরান।
BMC Election 2026: বৃহন্নুম্বই পুরসভা (বিএমসি) নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মুম্বইয়ের মোট ২২৭টি ওয়ার্ডে একযোগে ভোট নেওয়া হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, এই ২২৭টি আসনের মধ্যে ১১৪টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। একই সঙ্গে মহারাষ্ট্রের আরও ২৮টি পৌর সংস্থার ভোটগ্রহণও চলছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। বিএমসি নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে মুম্বই পুলিশ। শহরজুড়ে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারেরও বেশি পুলিশকর্মী। মুম্বইয়ের ক্ষমতার মুকুট কার মাথায় উঠবে, তা নির্ধারণ করতে আজ ভোটের লড়াইয়ে নেমেছেন মহারাষ্ট্রবাসী। বৃহস্পতিবার সকাল থেকে মোট ২৯টি পৌর সংস্থার নির্বাচনে ভোটগ্রহণ চলছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত বৃহন্নুম্বই পৌর কর্পোরেশন (বিএমসি)। দেশের সবচেয়ে আর্থিক ভাবে এগিয়ে থাকা ও বৃহত্তম এই পুরসভাকে ঘিরেই রাজনৈতিক মহলে সর্বাধিক কৌতূহল। মার্কিন হামলার ভয়ে চূড়ান্ত সতর্ক ইরান, বন্ধ আকাশসীমা, ২৪ ঘন্টার মধ্যেই বড় হামলা? মহারাষ্ট্রের ২,৮৬৯টি পৌরসভার জন্য ভোটগ্রহণ আজ সকাল ৭:৩০ টায় শুরু হয় এবং বিকেল ৫:৩০ টায় শেষ হবে ভোটগ্রহণ। মোট ৩৪.৮ লক্ষ ভোটার ১৫,৯৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন, যার মধ্যে মুম্বাইয়ের ১,৭০০ জন এবং পুনের ১,১৬৬ জন প্রার্থী রয়েছেন। ভোট গণনা ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিএমসি নির্বাচন এবং গণনার সময় মুম্বইতে ২৫,০০০ এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। #WATCH | Maharashtra: Members of a family show their inked fingers after casting their votes at a polling station in Mumbai for the BMC elections. pic.twitter.com/OEZz4rjsY6 — ANI (@ANI) January 15, 2026 বিএমসি নির্বাচনে মূলত বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোটের সঙ্গে ঠাকরে ভাইদের জোটের সরাসরি লড়াই হচ্ছে। শিবসেনা বিভক্ত হওয়ার পর এই প্রথম বিএমসি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায়, মুম্বইয়ে ঠাকরে পরিবারের রাজনৈতিক প্রভাব কতটা অটুট রয়েছে, তারই বড় পরীক্ষা আজ। উল্লেখযোগ্যভাবে, গত ২৫ বছর ধরে ২২৭টি ওয়ার্ডের বিএমসি শিবসেনার দখলেই রয়েছে। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে বিরাট অভিযোগ, আই-প্যাক মামলায় আজ সুপ্রিম শুনানি ভোটগ্রহণ শুরু হতেই শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। পরিবার-পরিজন নিয়ে মানুষ ভোট দিতে আসছেন, ভোট দেওয়ার পর 'আঙুল' দেখিয়ে উৎসাহ প্রকাশ করছেন অনেকে। নির্বাচন ঘিরে সকাল থেকেই মুম্বইসহ রাজ্যের বিভিন্ন শহরে উৎসবের আবহ লক্ষ্য করা গেছে। পুর নির্বাচনে ভোট দেওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, “নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। তাই নাগরিক হিসেবে ভোট দেওয়া আমাদের কর্তব্য। জনস্বার্থ এবং যোগ্যতার কথা ভেবেই আমাদের ভোট দেওয়া উচিত। সেই কারণেই আমি সকাল সকাল ভোট দিতে এসেছি।” ইরানে ১০ হাজার ভারতীয়'র ভবিষ্যৎ প্রশ্নের মুখে? উত্তাল পরিস্থিতিতে দেশ ছাড়ার বড় নির্দেশ #WATCH नागपुर: RSS प्रमुख मोहन भागवत ने कहा, प्रजातांत्रिक रचना में रचना का एक अनिवार्य भाग चुनाव है इसलिए वो नागरिकों का कर्तव्य भी है, तो संतुलित विचार करके, जनहित का विचार करके जो योग्य लगता है उस उम्मीदवार को मत देना, यह हमारा कर्तव्य रहता है...इसलिए मैंने पहले आकर मतदान… https://t.co/lHHbMNyXTx pic.twitter.com/BhIzev2M31 — ANI_HindiNews (@AHindinews) January 15, 2026 এদিন বিএমসি নির্বাচনে ভোট দিতে হাজির হন বলিউড তারকা অক্ষয় কুমারও। তিনি মুম্বইয়ের জুহু এলাকার গান্ধী শিক্ষা ভবনের ভোটকেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর অক্ষয় কুমার বলেন, “আজ বিএমসি নির্বাচন। আমি সকল নাগরিকের কাছে আবেদন করব, আপনারা ভোট দিন, যাতে আমরা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে পারি।” #WATCH मुंबई: अभिनेता अक्षय कुमार ने नगर निगम चुनाव 2026 पर कहा, आज BMC का चुनाव है...मैं सभी लोगों से कहूंगा कि वोट जरूर करें ताकि हम मतदान करके सही व्यक्ति को चुन सकें... pic.twitter.com/1aCFH3kcnL — ANI_HindiNews (@AHindinews) January 15, 2026
Virat Kohli Latest News: কিং কোহলির জন্য ১৫ লাখ টাকার গিফট! কী রয়েছে এই উপহারে?
Virat Kohli: বিরাট কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে যে আজও কতটা উন্মাদনা রয়েছে, সেটা আর নতুন করে বলার দরকার পড়ে না। টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর, বর্তমানে কোহলি শুধুমাত্র ওয়ানডে ফরম্য়াটেই খেলেন। কিন্তু, কিং কোহলি যেখানেই খেলতে যান না কেন, সমর্থকরা তাঁর ব্যাটিং দেখার জন্য উপচে পড়েন। বরোদার পর রাজকোটেও এমনই দৃশ্য দেখতে পাওয়া গেল। আরও পড়ুন: Virat Kohli Breaks Sachin Tendulkar Record: বিরাটই টিম ইন্ডিয়ার আসল 'ধুরন্ধর', করলেন মাত্র ২৩ রান, ভাঙলেন শচীনের মহারেকর্ড! যদিও এই উপচে পড়া ভিড়ের মাঝখানে বিরাট কোহলির একজন সমর্থক আলাদা করে নজর কাড়লেন। সুরাট থেকে রাজকোটে খেলা দেখতে আসার পাশাপাশি ওই সমর্থক সঙ্গে করে নিয়ে এসেছেন একটি মহার্ঘ্য উপহার। এই উপহারের দাম শুনলে আপনারও ঘুম উড়ে যাবে! আরও পড়ুন: Virat Kohli ICC Ranking: ওয়ানডে ক্রিকেটে 'কিং' বিরাট কোহলি, পতন হল রোহিত সাম্রাজ্যের! কোহলির জন্য 'আজব' উপহার এমনিতে সমর্থকরা হামেশাই বিরাট কোহলির জন্য কোনও না কোনও উপহার সঙ্গে করে নিয়েই আসেন। কারোর হাতে থাকে বিরাট কোহলির পোস্টার। কেউবা আবার সঙ্গে করে পোট্রেট নিয়ে আসেন। কিন্তু, রাজকোটে কিং কোহলির একজন ফ্যান বিরাটের জন্য একটি আইফোনের কভার নিয়ে আসেন। আরও পড়ুন: Virat Kohli New Record: এই ২ রেকর্ড ভাঙতে পারেন কিং কোহলি, কাঁপছে গোটা ক্রিকেট বিশ্ব এটা কোনও সাধারণ ফোন কভার একেবারেই নয়। এর একটি বিশেষত্ব রয়েছে। আসলে, এই কভারটি সোনা দিয়ে তৈরি করা হয়েছে। কভারের উপর আবার খোদাই করা রয়েছে বিরাট কোহলির ছবি। এই উপহারের আনুমানিক দাম কমপক্ষে ১৫ লাখ টাকা হবে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই উপহারের ছবি ভাইরাল হতে শুরু করেছে। আরও পড়ুন: Vaibhav Suryavanshi and Virat Kohli: বিরাট কোহলির রেকর্ড ভাঙতে পারেন বৈভব সূর্যবংশী, দরকার মাত্র ৬ রান চূড়ান্ত ফ্লপ Ro-Ko জুটি রাজকোটের সমর্থকরা রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিং তাণ্ডব থেকে বঞ্চিত হলেন। দুজনের মধ্যে কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। রোহিত এবং বিরাট দুজনেই শুরুটা বেশ ভাল করেছিলেন। কিন্তু, বড় রানের ইনিংস খেলতে তাঁরা ব্যর্থ হন। ৩৮ বলে রোহিত শর্মা মাত্র ২৪ রান করে আউট হয়ে যান। অন্যদিকে, কিং কোহলি ২৯ বলে ২৩ রান করে ফিরে যান। কোহলি ২ বাউন্ডারি হাঁকিয়েছিলেন। কিন্তু, ২৪ বছর বয়সি একেবারে তরুণ বোলার ক্রিশ্চিয়ান ক্লার্কের বলে সম্পূর্ণ পরাস্ত হন তিনি। এই ম্য়াচে কোহলির মিডল স্টাম্প ছিটকে দেন ক্লার্ক।
Visa Halt: মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন, ইতিমধ্যেই সমস্ত কনস্যুলার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে পাকিস্তান, বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া যেন বন্ধ করে দেওয়া হয়। ২১ জানুয়ারি থেকে এই নতুন নির্দেশ চালু হবে।
West Bengal News Live Updates: কলকাতায় আই-প্যাকের দফতর ও তৃণমূলের আইটি প্রধান তথা রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার (আই-প্যাক) ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশিকে ঘিরে সৃষ্ট বিতর্কে আজ সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। তল্লাশির সময় ইডির কাজে বাধা দেওয়া, নথি সরিয়ে নেওয়া ও তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যে মামলা দায়ের করেছে, সেই আবেদনের শুনানি হবে সর্বোচ্চ আদালতে। ইরানে ১০ হাজার ভারতীয়'র ভবিষ্যৎ প্রশ্নের মুখে? উত্তাল পরিস্থিতিতে দেশ ছাড়ার বড় নির্দেশ ঘটনার সূত্রপাত ৮ জানুয়ারি। সেদিন ইডি তল্লাশি চালায় কলকাতার সল্টলেকে আই-প্যাকের অফিস এবং দক্ষিণ কলকাতার লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে। ইডির অভিযোগ, তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বপূর্ণ ফাইল সঙ্গে করে নিয়ে যান। তদন্তকারী সংস্থার দাবি, এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তল্লাশিতে বাধা দেন, প্রমাণ নষ্ট করেন, গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস ছিনিয়ে নেন এবং ইডি আধিকারিকদের হুমকি দেন। ইডির আবেদনে বলা হয়েছে, যেসব ইলেকট্রনিক রেকর্ড, স্টোরেজ মিডিয়া ও নথিপত্র জোরপূর্বক ও বেআইনিভাবে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলি অবিলম্বে বাজেয়াপ্ত করে সিল করা হোক। উল্লেখযোগ্যভাবে, এর এক দিন আগেই কলকাতা হাই কোর্ট তৃণমূল কংগ্রেসের আবেদন খারিজ করে দেয়। ওই আবেদনে তৃণমূল অভিযোগ করেছিল যে ইডি তৃণমূলের সংবেদনশীল নথি বাজেয়াপ্ত করেছে, যদিও ইডি আদালতে সেই অভিযোগ অস্বীকার করে। সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে ইডি মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ডাকাতি, চুরি-সহ মোট ১৭টি অপরাধের অভিযোগ এনেছে। পাশাপাশি সরকারি কর্তব্য পালনে বাধা দেওয়া, প্রমাণ লোপাট বা ধ্বংস করা এবং তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে। ইডির আবেদনে পাঁচটি মূল বিষয় তুলে ধরা হয়েছে। প্রথমত, এই ঘটনা সংবিধান ও আইনের শাসনের প্রতি চরম অবমাননা বলে দাবি করা হয়েছে। দ্বিতীয়ত, ছিনিয়ে নিয়ে যাওয়া প্রমাণগুলির কোনওটিই রাজনৈতিক দলের কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়, বরং সবই বেআইনি কয়লা খনির কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত বলে ইডির বক্তব্য। তৃতীয়ত, মুখ্যমন্ত্রী ও পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ইডি আধিকারিকদের হুমকি দেন এবং প্রতীক জৈনের বাড়ি ও আই-প্যাকের অফিসে তল্লাশিতে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ। চতুর্থত, তল্লাশির পর তদন্তকে দুর্বল করতে এবং ইডি আধিকারিকদের ভয় দেখাতে তাঁদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়, যেগুলির তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার দাবি জানানো হয়েছে। পঞ্চমত, ইডির অভিযোগ, কলকাতা হাই কোর্টে শুনানি চলাকালীন ইচ্ছাকৃতভাবে গোলমাল সৃষ্টি করে মামলাটি স্থগিত করানো হয় এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শাসক দলের সমর্থকদের উসকানি দেওয়া হয়। ইডির দাবি, একটি অবাধ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ জরুরি। পাশাপাশি প্রমাণ সংরক্ষণ এবং এই বার্তা দেওয়া প্রয়োজন যে কোনও রাজনৈতিক পদে অধিষ্ঠিত ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নন। অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকারও এই মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ১০ জানুয়ারি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করে জানিয়েছে, তাদের বক্তব্য না শুনে যেন কোনও নির্দেশ দেওয়া না হয়। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে আজ এই মামলার শুনানি হওয়ার কথা। ২ আক্রান্ত, ১০০ আইসোলেশনে, নিপা রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে, কী করবেন আর কী নয়? জানুন এখনই, মাস্ক পরা কি বাধ্যতামূলক? রাজ্যে শীতের দাপট ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানাল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গের সব জেলায় রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে রবিবার থেকে রাজ্যজুড়ে শীতের প্রকোপ কিছুটা হলেও কমবে। আগামী পাঁচ দিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। তবে ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের মতো জেলায় দিনে ঘন কুয়াশা পড়তে পারে। রাজ্যের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার সকালে রাজ্যের শীতলতম এলাকা ছিল দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৩ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিং শহরে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের সমতল এলাকায় শীতের দাপট সবচেয়ে বেশি ছিল শ্রীনিকেতনে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এর পরেই রয়েছে কোচবিহার ও বাঁকুড়া। দুই জায়গাতেই তাপমাত্রা নেমেছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়াও জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি, কল্যাণীতে ৯.৮ ডিগ্রি, বহরমপুরে ১০.২ ডিগ্রি এবং মেদিনীপুরে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে আইএমডি। আজও গতকালের মতই আবহাওয়া থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস। কমিশনের বিরুদ্ধে সরব শমীক'ই! SIR পর্বে বাংলায় হচ্ছে টা কী? পাল্টা সরব মহুয়া, চড়ছে রাজনীতির পারদ
মার্কিন হামলার ভয়ে চূড়ান্ত সতর্ক ইরান, বন্ধ আকাশসীমা, ২৪ ঘন্টার মধ্যেই বড় হামলা?
মার্কিন হামলার ভয়ে চূড়ান্ত সতর্ক ইরান। বৃহস্পতিবার সকালে কোনও নির্দিষ্ট কারণ না জানিয়েই হঠাৎ করে ইরান তাদের আকাশসীমা বন্ধের নির্দেশ জারি করেছে। দেশজুড়ে চলা বিক্ষোভ, বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন এবং তার জেরে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এই নির্দেশের ফলে ইরানের আকাশসীমা দু’ঘন্টারও বেশি সময় ধরে সম্পূর্ণভাবে বন্ধ ছিল। ❌ New NOTAM just issued by Iran closing airspace to all flights except international flights to/from Iran with permission. NOTAM is valid for a little more than 2 hours. Live view of Iranian airspace: https://t.co/8pUMTxjSkS pic.twitter.com/8GTGUZw0po — Flightradar24 (@flightradar24) January 14, 2026 এই পরিস্থিতির মধ্যেই কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস একটি সতর্কতামূলক নোটিশ জারি করেছে। দূতাবাস জানিয়েছে, তাদের কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে এবং আল উদেইদ বিমান ঘাঁটিতে অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে বলা হয়েছে। একই সঙ্গে কাতারে থাকা মার্কিন নাগরিকদেরও একই পরামর্শ জারি করা হয়েছে। সূত্র অনুযায়ী, কাতারের একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটির কিছু কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যেই সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে বিরাট অভিযোগ, আই-প্যাক মামলায় আজ সুপ্রিম শুনানি এদিকে, পরিস্থিতির অবনতির আশঙ্কায় ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে ব্রিটেন। নিরাপত্তাজনিত কারণে তেহরান থেকে ব্রিটিশ কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। ব্রিটেনের বিদেশ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “তেহরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এখন দূর থেকে কাজ করা হবে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেই ব্রিটিশ সরকার নাগরিকদের ইরান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিল। অন্যদিকে, উত্তেজনার আবহে আলোচনার বার্তা দিয়েছে তেহরান। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তাঁর দেশ আলোচনার জন্য প্রস্তুত এবং গত ২০ বছর ধরেই কূটনৈতিক পথে সমস্যার সমাধানের চেষ্টা করছে। তিনি আমেরিকাকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধের তুলনায় কূটনীতি অনেক ভালো পথ। ইরানে ১০ হাজার ভারতীয়'র ভবিষ্যৎ প্রশ্নের মুখে? উত্তাল পরিস্থিতিতে দেশ ছাড়ার বড় নির্দেশ আরাঘচি আরও দাবি করেন, চলমান হিংসার জন্য সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিই দায়ী। তাঁর অভিযোগ, আমেরিকাকে সংঘাতে টেনে আনার জন্য ইজরায়েলের পক্ষ থেকেই এই পরিস্থিতি উসকে দেওয়া হচ্ছে। এদিকে ইরানে চলমান হিংসা আবহে সামনে এল বড় খবর। আমেরিকার সংবাদমাধ্যম নেক্সটা টিভি অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মন্তব্যের মধ্যেই এই সম্ভাবনার কথা সামনে এসেছে। ২ আক্রান্ত, ১০০ আইসোলেশনে, নিপা রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে, কী করবেন আর কী নয়? জানুন এখনই, মাস্ক পরা কি বাধ্যতামূলক? ⚡️ BREAKING: The U.S. may strike Iran within the next 24 hours Two European officials told Reuters this could happen. Trump has repeatedly commented on the situation in Iran — but so far, support has remained purely verbal. How likely do you think a U.S. military intervention… pic.twitter.com/pydealk7M5 — NEXTA (@nexta_tv) January 14, 2026
সহজ শর্ট কার্ট, নিয়মিত অনুশীলনেই বাজিমাত, ১০০% কমন, দেখে নিন লাস্ট মিনিট মাধ্যমিক অঙ্ক সাজেশন
সামনেই মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের মধ্যে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আতঙ্ক কাজ করে, তা হল অঙ্ক। শেষ মুহূর্তের প্রস্তুতিতে দিন–রাত এক করে অনুশীলন চালাচ্ছে পড়ুয়ারা। অনেকের মনেই আশঙ্কা, শেষ দু’মাস পড়ে ভালো নম্বর তোলা সম্ভব নয়। তবে শিক্ষকদের মতে, সঠিক পদ্ধতি, কিছু কার্যকর শর্টকাট এবং নিয়মিত অনুশীলন থাকলে অল্প সময়ের মধ্যেই অঙ্কে ভালো ফল করা সম্ভব। Madhyamik 2026: মাধ্যমিক ২০২৬, বাংলা পরীক্ষার ক্ষেত্রে কোন গল্প, কবিতা, প্রবন্ধে বিশেষ নজর? জানুন বিশিষ্ট শিক্ষকের পরামর্শ শিক্ষকরা জানাচ্ছেন, মাধ্যমিক অঙ্কের সিলেবাসে মূলত পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি ও রাশিবিজ্ঞান এই বিষয়গুলির উপর জোর দিতে হবে। পাটিগণিতে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অঙ্ক ভালোভাবে অনুশীলন করা জরুরি। পাশাপাশি অংশীদারি কারবার এবং লাভ-ক্ষতির অঙ্কগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পরিমিতির ক্ষেত্রে শঙ্কু থেকে অঙ্ক আসার সম্ভাবনা কম থাকলেও, আয়তঘন ও চোঙ সংক্রান্ত অঙ্ক গুরুত্ব সহকারে অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়েছে। অর্ধগোলকের সব ধরনের অঙ্কও প্র্যাকটিসে রাখতে হবে। ত্রিকোণমিতিতে উচ্চতা ও দূরত্ব সংক্রান্ত অঙ্কগুলি বাদ দেওয়া যাবে না। জ্যামিতির ক্ষেত্রে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য বিশেষ করে ৪০, ৪১ ও ৪২ নম্বর উপপাদ্য, সদৃশ ত্রিভুজ, বৃত্তের স্পর্শক এবং ক্ষেত্রফল সংক্রান্ত সম্পাদ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলছেন শিক্ষকেরা। রাশিবিজ্ঞানের মধ্যে সংখ্যাগুণমান ও গড় নির্ণয়ের অঙ্ক ভালোভাবে অনুশীলন করা অত্যন্ত জরুরি। বীজগণিতে যোগ-বিয়োগ, ভেদ ধ্রুবক এবং দ্বিঘাত সমীকরণের সমস্যাগুলি পরিষ্কারভাবে বুঝে সমাধান করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য-মিথ্যা প্রশ্নের জন্যও আলাদা করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আরও পড়ুন- জড়তা, ভয় কাটিয়ে মাধ্যমিকে ইংরাজিতে ফাটাফাটি নম্বর চাই? মানতেই হবে এই সিক্রেট টিপস! পরীক্ষায় সঠিক নম্বর পেতে হলে প্রতিটি অঙ্ক ধাপে ধাপে পরিষ্কারভাবে লিখে সমাধান করার উপর জোর দিয়েছেন শিক্ষকরা। উপপাদ্য ও সম্পাদ্য লেখার সময় যথাযথ ছবি আঁকা ও সঠিক নামকরণ না করলে নম্বর কাটতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ত্রিকোণমিতি ও উচ্চতা-দূরত্ব সংক্রান্ত অঙ্কে সমস্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিত্র আঁকা বাধ্যতামূলক। পরীক্ষার হলে প্রথমে এমসিকিউ এবং শূন্যস্থান বা সত্য-মিথ্যা প্রশ্নের উত্তর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ২ ও ৩ নম্বরের প্রশ্নগুলি করা ভালো। ৫ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে উপপাদ্য ও সম্পাদ্য সঠিকভাবে চিহ্নিত করে সমাধান করতে হবে। রাশিবিজ্ঞানে ব্যবহৃত সূত্রগুলি মুখস্থ রাখা ও নিয়মিত প্র্যাকটিস করাও জরুরি বলে মত শিক্ষকদের। পরীক্ষার আগে অন্তত পাঁচ থেকে ছয় দিন শরীর ও মন সুস্থ রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অঙ্কের হিসাবের ভুল এড়াতে শান্ত মাথায় সমাধান করা এবং সময় থাকলে ক্রসচেক করার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরপত্রে প্রশ্নগুলির উত্তর অবশ্যই ক্রমানুসারে লিখতে হবে এবং প্রয়োজনে রাফ ওয়ার্ক ব্যবহার করা যেতে পারে। শিক্ষকদের মতে, প্রথম ৪০ শতাংশ প্রশ্ন নির্ভুলভাবে করতে পারলে পরবর্তী সময়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। সব মিলিয়ে মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির উপর নিয়মিত অনুশীলন, সূত্র মুখস্থ রাখা, সঠিক ছবি ও নামকরণ, ধাপে ধাপে উত্তর লেখা এবং শেষ মুহূর্তে খাতার রিভিশন অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, মাঝারি মানের পড়ুয়াদের ক্ষেত্রে আগে যেসব অঙ্ক ভালো আসে, সেগুলি আগে করলে নম্বর তোলার সম্ভাবনা বাড়ে। সরকারি পাঠ্যবইয়ের অনুশীলন ও সমস্ত অঙ্ক পুঙ্খানুপুঙ্খভাবে অভ্যাস করা প্রশ্নপত্র ২ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে শেষ করার অভ্যাস গড়ে তুললে পরীক্ষার দিনে আত্মবিশ্বাস বজায় থাকবে। মন শান্ত রেখে, মাথা ঠান্ডা রেখে এবং নিয়ম মেনে প্রস্তুতি নিলে অঙ্কে ভালো ফল পাওয়া শুধু সময়ের অপেক্ষা এমনটাই মত শিক্ষা বিশেষজ্ঞদের। আরও পড়ুন- মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন
Weight Loss Diet Tips: ওজন কমানোর জন্য ঘি নাকি তেল বেশি কার্যকর? জানুন সঠিক উত্তর
Weight Loss Diet Tips: ওজন কমানো বর্তমান সময়ে অনেকের কাছেই একটি বড় লক্ষ্য। এর জন্য নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ডায়েট মানেই শুধু কম খাওয়া নয়, বরং কী খাচ্ছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। এই জায়গাতেই প্রশ্ন উঠে আসে, ওজন কমানোর জন্য ঘি ভালো না তেল? কারণ তেল বা ঘি ছাড়া বাঙালি রান্না কল্পনাই করতে পারে না। ক্যালোরির বিচারে প্রথমে ক্যালোরির বিষয়টি বোঝা জরুরি। সাধারণভাবে যে কোনও তেলই উচ্চ ক্যালোরি সমৃদ্ধ। এক টেবিল চামচ পরিশোধিত তেলে প্রায় ১২৪ ক্যালোরি থাকে। সরিষার তেলে প্রায় একই পরিমাণ ক্যালোরি পাওয়া যায়। জলপাই তেলেও এক টেবিল চামচে প্রায় ১১৯ ক্যালোরি থাকে। অন্যদিকে ঘিতে এক টেবিল চামচে থাকে আনুমানিক ১১৫ ক্যালোরি। অর্থাৎ ক্যালোরির দিক থেকে খুব বড় পার্থক্য না থাকলেও শরীরের ওপর এদের প্রভাব একেবারেই আলাদা। আরও পড়ুন- শীতকালে মুখে মুলতানি মাটি কীভাবে লাগালে ভালো? ফেসপ্যাক তৈরির সঠিক উপায় জেনে নিন ঘি মূলত বিশুদ্ধ ফ্যাট হলেও এটি শরীরের জন্য ক্ষতিকর নয়, যদি সঠিক পরিমাণে খাওয়া হয়। ঘিতে থাকে ফ্যাট-সলিউবল ভিটামিন এ, ডি, ই এবং কে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ঘিতে থাকা শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড হজমশক্তি উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। ঘি শরীরের তাপমাত্রায় গলে যায়, ফলে এটি শরীরে জমে থাকার প্রবণতা কম। আরও পড়ুন- শিশুদের উচ্চ রক্তচাপ কী, কেন বাড়ছে এবং কতটা বিপজ্জনক? অন্যদিকে বাজারে পাওয়া বিভিন্ন রান্নার তেল অতিরিক্ত পরিশোধিত হওয়ায় তার পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। বিশেষ করে ভেজালযুক্ত পাম তেল বা বারবার ব্যবহার করা তেল শরীরে ক্ষতিকর ফ্যাট জমার ঝুঁকি বাড়ায়। তবে সব তেলই যে খারাপ, তা নয়। জলপাই তেল একটি ভালো উদাহরণ, যেখানে মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। এই ফ্যাট হৃদয়ের জন্য ভালো এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, যা ওজন কমানোর ক্ষেত্রে উপকারী। আরও পড়ুন- ভারতের নানা প্রান্তের আঞ্চলিক সংস্কৃতি উৎসব, এগুলো জীবনে একবার হলেও দেখা উচিত ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মেটাবলিজম। ঘি মেটাবলিক কার্যকলাপ বাড়াতে সাহায্য করে বলে অনেক পুষ্টিবিদ মনে করেন। এটি শরীরকে শক্তি দেয়, ফলে ব্যায়ামের সময় স্ট্যামিনা বাড়ে। নিয়মিত ব্যায়াম করতে পারলে ফ্যাট বার্ন দ্রুত হয়। তাই সীমিত পরিমাণে ঘি খেলে ওজন কমানোর প্রক্রিয়া ব্যাহত হয় না, বরং অনেক ক্ষেত্রে সহায়ক হয়। আরও পড়ুন- নিপা ভাইরাসের আতঙ্কে নলেনগুড় ছাড়বেন না, খেজুরের রস নিয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের তবে এখানে পরিমাণ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। দিনে এক থেকে দুই চা চামচ ঘি যথেষ্ট। অতিরিক্ত ঘি বা তেল যে কোনওটাই ওজন বাড়াতে পারে। রান্নার সময় খুব বেশি তাপে ঘি ব্যবহার না করাই ভালো, কারণ অতিরিক্ত তাপে এর গুণ নষ্ট হতে পারে। হালকা ভাজা বা খাবারের ওপর কাঁচা ঘি যোগ করাই সবচেয়ে ভালো উপায়। তেল ব্যবহার করতে হলে জলপাই তেল বা সরিষার তেল সীমিত পরিমাণে ব্যবহার করা যেতে পারে। ডিপ ফ্রাই বা অতিরিক্ত তেলে ভাজা খাবার এড়িয়ে চলাই ওজন কমানোর সেরা উপায়। মনে রাখতে হবে, ওজন কমানোর জন্য কোনও একক খাবার ম্যাজিকের মতো কাজ করে না। সঠিক ডায়েট, নিয়মিত ব্যায়াম এবং পরিমিত ফ্যাট গ্রহণ—এই তিনটির সমন্বয়েই সুস্থভাবে ওজন কমানো সম্ভব। সবশেষে বলা যায়, ওজন কমানোর জন্য ঘি বনাম তেলের লড়াইয়ে ঘি সামান্য এগিয়ে থাকলেও, আসল চাবিকাঠি হলো পরিমাণ এবং খাদ্যাভ্যাসের ভারসাম্য। সঠিকভাবে বেছে নিলে ঘি এবং স্বাস্থ্যকর তেল দুটিই আপনার ডায়েটের অংশ হতে পারে।
Iran Protest Update: এই মুহূর্তে ইরানের দিকে তাক করা তিনটি মার্কিন রণতরী ও একটি সাবমেরিন, যাদের মিসাইল ছুঁড়ে হামলার ক্ষমতা রয়েছে। ইরানকে ধীরে ধীরে ঘিরছে আমরিকা। একে একে ভয়ানক সব রণতরী নিয়ে যাওয়া হচ্ছে মধ্য প্রাচ্যে।
Iran Protest Update: গতকাল, বুধবার (১৪ জানুয়ারি) ইরানে ফাঁসি দেওয়ার কথা ছিল ২৬ বছরের যুবক এরফান সলতানিকে। তাঁর অপরাধ? সরকারের বিরুদ্ধে গলা চড়িয়েছেন, প্রতিবাদ করেছেন সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খোমেইনির বিরুদ্ধে।
পশ্চিমবঙ্গে নিপা সংক্রমণ। রাজ্য জুড়ে বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যে ২ ব্যক্তির নিপা ভাইরাসে সংক্রমণ পাওয়ার খবর ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে। আরও এক নার্স ও চিকিৎসককে ভরতি করা হয়েছে বেলেঘাটা আইডিতে। অনেকেই এই ভাইরাসকে কোভিড-১৯ মহামারির প্রাথমিক অবস্থার সঙ্গে তুলনা করছেন। তবে বিশেষজ্ঞদের মতে, নিপা এবং কোভিডের মধ্যে মিল কেবল ‘ভাইরাস’ শব্দটুকুর মধ্যেই সীমাবদ্ধ। বয়স্ক মা–বাবার দেখভাল না করলে কাটা যাবে বেতন, নতুন আইন লাগুর পথে এই রাজ্যের সরকার সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডঃ দীপ নারায়ণ মুখার্জি বলেন, “নিপা মূলত কোভিডের মতো নয়। কোভিড ছিল নতুন ভাইরাস, যার সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি। এটি শ্বাসনালি থেকে ছড়াত এবং দ্রুত মহামারিতে রূপ নিত। নিপা ভাইরাস সাধারণ শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়ায় না। এটি সংক্রমিত দেহের তরল যেমন লালা, রক্ত, সেরিব্রোস্পাইনাল ফ্লুয়িড বা প্রস্রাবের সরাসরি সংস্পর্শে সংক্রমিত হয়।” তিনি আরও জানান, “নিপা ভাইরাসের সেকেন্ডারি অ্যাটাক রেট কোভিডের তুলনায় অনেক কম, হয়তো পাঁচ ভাগের একভাগ বা তার চেয়েও কম। এ কারণে নিপা ভাইরাস সাধারণত স্থানীয় প্রাদুর্ভাবের কারণ হয়, বৃহৎ সম্প্রদায়ে ছড়ায় না।” Madhyamik 2026: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন তবে তিনি সতর্ক করে বলেন, কম সংক্রমণ মানেই কম ঝুঁকি নয়। “নিপার মৃত্যুহার ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে, যেখানে কোভিডের মৃত্যুহার প্রায় ২ থেকে ৩ শতাংশ। এখানে সংক্রমণের ঝুঁকি নির্ধারিত হয় এক্সপোজারের মাধ্যমে, সাধারণ জনগণ বা জনসমাগমের স্থানে থাকা সবাই নয়। সংক্রমণের প্রধান ঝুঁকিতে থাকেন তারা যারা সংক্রামিত ব্যক্তির বা সংক্রমিত দেহ তরলের সরাসরি সংস্পর্শে এসেছেন।” ফর্টিস হাসপাতালের বিশেষজ্ঞ ডঃ জয়দীপ ঘোষ বলেন, “যদি আপনি আক্রান্ত এলাকার হন বা নিপা রোগী সংস্পর্শে এসেছেন, তবে সতর্ক থাকুন এবং উপসর্গ দেখা দিলে নিজেকে আলাদা করুন।” চিকিৎসকরা জানিয়েছেন, নিপা ভাইরাসের প্রাথমিক উপসর্গ সাধারণ সর্দি-কাশির মতো হলেও রোগের ধরণ অনেক গুরুতর। বারবার বমি, জ্বর, মৃগী অথবা মানসিক অবস্থার পরিবর্তন বা কোমা। ডঃ ঘোষ বলেন, “যদি কেউ সম্ভাব্য আক্রান্তের সংস্পর্শের পরে জ্বর, মাথাব্যথা, ধরা-পড়া বা সচেতনতার পরিবর্তন অনুভব করেন, অবিলম্বে চিকিৎসা নিন।” সিঙ্গুরে ফের টাটা? মোদীর সভার আগে সুকান্তর আশ্বাসে রাজনৈতিক তরজা তুঙ্গে সাধারণ জনগণের জন্য মাস্ক বাধ্যতামূলক নয়, কারণ নিপা বাতাসে ছড়ায় না। খাদ্যাভ্যাস এখানে খুবই গুরুত্বপূর্ণ। তিনি পরামর্শ দেন, “ফল ভালোভাবে ধোয়া ছাড়া কখনও খাওয়া যাবে না এবং প্রাদুর্ভাব চলাকালীন শুয়োরের সংস্পর্শ এড়াতে হবে।”ডঃ ঘোষ যোগ করেছেন, “আতঙ্কিত হওয়ার পরিস্থিতি নয়। তবে সচেতন থাকা, প্রয়োজন হলে আলাদা থাকা এবং সময়মতো চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
Ajker Rashifal Bengali, 15 January 2026: জেনে নিন আজকের রাশিফল, ভাগ্যের কোন দরজা খুলছে?
Ajker Rashifal Bengali, 15 January, 2026: বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬—আজকের দিনটি জ্যোতিষের দৃষ্টিতে বেশ তাৎপর্যপূর্ণ। আজ জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মকর এবং আপনার ওপর প্রভাব বিস্তার করছে শনি ও শুক্র। ১৫ তারিখে জন্মের কারণে শুক্রের প্রভাব আজ বিশেষভাবে কাজ করবে, যার ফলে সৌন্দর্য, আর্থিক চিন্তা এবং সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে। আজ নীল ও সাদা রং সৌভাগ্য বয়ে আনতে পারে। চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করায় আবেগ, সিদ্ধান্ত ও আর্থিক লেনদেনে সতর্ক থাকা জরুরি। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের জন্য আজ আর্থিক ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। পাওনাদারের চাপ বাড়তে পারে এবং ব্যবসায়িক প্রয়োজনে নতুন ঋণের কথা ভাবতে হতে পারে। শেয়ার বাজারে যুক্ত ব্যক্তিদের ক্ষতির পরিমাণ কিছুটা কমলেও পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সময় এখনও আসেনি। আরও পড়ুন- ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের বিশেষ বৈশিষ্ট্য ও গুরুত্ব, জেনে নিন মোক্ষদায়ক শিবলিঙ্গ কোথায় রয়েছে? বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জাতকদের জন্য দিনটি অর্থনৈতিক দিক থেকে অনুকূল। অংশীদারী ব্যবসায় বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে শান্তি ও পারস্পরিক বোঝাপড়া বাড়বে, যা মানসিক স্থিতি এনে দেবে। আরও পড়ুন- ঈশ্বরের উল্কি করানো কি অশুভ? শরীরে ধর্মীয় উল্কি করার আগে মানুন এই শাস্ত্রসম্মত নিয়ম মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে। তবে পারিবারিক ক্ষেত্রে আর্থিক চাপ কিছুটা বাড়তে পারে। আরও পড়ুন- মুখে জন্মদাগ কি অশুভ? পিঠে জন্মচিহ্ন থাকলে কী ইঙ্গিত দেয়, জানুন শরীরের জন্মদাগের গোপন রহস্য! কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতকদের পরিবারে শুভ আলোচনা হতে পারে, বিশেষ করে বড় সন্তানের বিবাহ সংক্রান্ত বিষয়। ব্যবসায়িক ক্ষেত্রে মেধাবীদের সাফল্য মিলবে এবং শিল্পী ও কলাকুশলীদের আয় বাড়ার যোগ রয়েছে। আরও পড়ুন- সূর্য দেবতাকে খুশি করতে উত্তরায়ণের দিনে মকর সংক্রান্তির এই ব্রত কথাগুলো অবশ্যই পড়ুন সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকদের আজকের দিনটিতে সংসার ও কর্মজীবনের উন্নতির যোগ রয়েছে। ব্যবসায় ভালো রোজগারের সুযোগ রয়েছে এবং জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনাও জোরালো। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের প্রায় সব কাজেই সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়িক যোগাযোগ মজবুত হবে এবং ভাই-বোন ও প্রতিবেশীদের সহায়তা পেলে মনোবল বাড়বে। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জাতকদের আজ সংসার খরচ তুলনামূলকভাবে বাড়তে পারে। তবে ট্রাভেল এজেন্সি ও পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য দিনটি লাভজনক। প্রবাসী বন্ধুর সাহায্য পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জাতকদের বকেয়া অর্থ ও বেতন আদায়ের সম্ভাবনা রয়েছে। বড় ভাই-বোনের সহায়তায় গৃহস্থালি ও পেশাগত কাজে সাফল্য আসবে। চাকরিজীবীদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকদের আজ পারিবারিক ব্যয় বৃদ্ধি পেলেও ভ্রমণের যোগ রয়েছে। ট্রাভেল, আমদানি-রপ্তানি ব্যবসায় যুক্তদের আয় বাড়তে পারে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের জন্য আজ বন্ধুর সহায়তায় নতুন আয়ের সুযোগ আসবে। পারিবারিক সিদ্ধান্তে বড় ভাই-বোনের পরামর্শ কাজে লাগবে এবং কর্মক্ষেত্রে স্থিতি বজায় থাকবে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের জন্য আজ চাকরির সুসংবাদ আসতে পারে, বিশেষ করে বেকারদের ক্ষেত্রে। ঊর্ধ্বতন কর্মকর্তার সহায়তায় কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের শিক্ষা ও গবেষণামূলক কাজে সাফল্যের ইঙ্গিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো খবর পেতে পারেন এবং বৈদেশিক বাণিজ্যে বিনিয়োগের সুযোগ বাড়বে। আজকের শুভ মুহূর্ত সকাল ৬টা ৫৫ মিনিট থেকে ৮টা ১৬ মিনিট, ১১টা ১৩ মিনিট থেকে ১টা ২৬ মিনিট এবং গভীর রাতে ১টা ৩৭ মিনিট থেকে ৪টা ১২ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে।
Top 5 Sports News, 14 January: ভারতের পরাজয় থেকে দিল্লির দুরন্ত জয়! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর
Top 5 Sports News Highlights : বুধবার (১৪ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে হেরে গেল টিম ইন্ডিয়া। অন্যদিকে, মহিলা প্রিমিয়ার লিগে প্রথম ম্য়াচ জিতল দিল্লি ক্যাপিটালস। এদিকে আইসিসি-র ওয়ানডে ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন বিরাট কোহলি। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। ভারতের পরাজয় ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি বুধবার (১৪ জানুয়ারি) রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে হেরে গেল। নিউজ়িল্যান্ডের হয়ে দুর্দান্ত শতরান করলেন ড্যারিল মিচেল। শেষপর্যন্ত তিনি ১৩১ রানে অপরাজিত থাকেন। আরও পড়ুন: Rohit Sharma Record: রোহিতের রেকর্ডের দিনে লজ্জার হার, চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলাররা দিল্লির জয় ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের সপ্তম ম্য়াচে বুধবার (১৪ জানুয়ারি) আরও একবার হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। এদিনের ম্য়াচে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিয়র্স। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ওয়ারিয়র্সকে তারা মাত্র ১৫৪ রানে আটকে দেয়। এই টার্গেট তাড়া করতে নেমে জেমিমা রডরিগসের দল ৭ উইকেটে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। আরও পড়ুন: WPL 2026, DC vs UPW Highlights: তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল দিল্লি, এখনও খাতা খুলল না ইউপি-র শীর্ষে বিরাট কোহলি ব্যাট হাতে লাগাতার ধামাকাদার পারফরম্য়ান্স করছেন বিরাট কোহলি। আইসিসি প্রকাশিত সর্বশেষ ব়্যাঙ্কিংয়ে সেই পারফরম্য়ান্সের পুরস্কারও পেয়ে গেলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের ১ নম্বর ব্যাটারের মুকুট আরও একবার পরিয়ে দেওয়া হল কিং কোহলিকে। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা সাম্রাজ্যের পতন হল। আরও পড়ুন: Virat Kohli ICC Ranking: ওয়ানডে ক্রিকেটে 'কিং' বিরাট কোহলি, পতন হল রোহিত সাম্রাজ্যের! ইস্টবেঙ্গল ছাড়তে পারেন ইবুসুকি ভারতীয় ফুটবলে 'হিরো' হতে পারলেন না হিরোশি ইবুসুকি। গত বছর সেপ্টেম্বর মাসে জাপানের এই ফুটবলারকে ষষ্ঠ বিদেশি হিসেবে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু, টিম ম্যানেজমেন্ট এবং লাল-হলুদ সমর্থকদের প্রত্যাশা একেবারে পূরণ করতে পারেননি তিনি। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, হামিদ আহদাদের পর এবার নাকি হিরোশি ইবুসুকিকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল এফসি। বুধবার (১৪ জানুয়ারি) সেই জল্পনাই যেন আরও বেশি করে মাথাচাড়া দিল। আরও পড়ুন: East Bengal FC Latest News: ফাটল না জাপানি বোমা, শুকনো ধন্যবাদ জানিয়ে ভারত ছাড়লেন হিরোশি? রাহুলের রেকর্ড ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক নয়া অধ্যায়ের সাক্ষী হলেন রাহুল। ভাঙলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজ়হারউদ্দিনের একটি স্পেশাল রেকর্ড। আজ়হার ৩৩৪ ওয়ানডে ম্য়াচে মাত্র সাতটি শতরান করেছিলেন। এই শৃঙ্গ কেরিয়ারের ৯৩তম ওয়ানডে ম্য়াচেই স্পর্শ করে ফেলেছিলেন রাহুল। আরও পড়ুন: KL Rahul Century: সেঞ্চুরি তো নেহাত সংখ্যামাত্র! ক্রিকেট ইতিহাসে এক অধ্যায়ের নাম রাহুল আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।
‘প্রস্তুত থাকুন’, স্পষ্ট ভাষায় বললেন শুভেন্দু
সেই চিঠির উত্তর মেলেনি। এবার তা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন শুভেন্দু। লেখেন, “আমি যে মানহানির আইনি নোটিস পাঠিয়েছিলাম, তার জবাব দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সেই সময়ের মধ্যে তিনি কোনও উত্তর দিতে ব্যর্থ হয়েছেন, যা থেকেই স্পষ্ট তিনি চরম অস্বস্তি ও দিশেহারা অবস্থায় রয়েছেন।”
তৃণমূল MLA-র বাড়ির নীচে রমরমিয়ে মধুচক্র? যা জানা গেল
অভিযোগকারী তৃণমূল নেতা বলেন,“আলিফা আহমেদের বাড়ির ঠিক নীচে মধুচক্র চলছে। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। স্কুল-কলেজের মেয়েরাও এর সঙ্গে জড়িত। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক আলিফা আহমেদ। তাঁর দাবি, পুরোটাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাঁর দাবি, তাঁর বাড়ির নীচে একটি ফ্যামিলি রেস্তোরাঁ আছে। সেখানে একজন মহিলা এসেছিলেন। কোনও একটা বিষয়ে কথা কাটাকাটির জেরেই পুলিশ গিয়েছিল বলে দাবি করেছেন তিনি।
‘সিনেমা দেখতে ভালোবাসি, অভিনয় করব না’, রাজের ‘লক্ষ্মী এলো ঘরে’দেখে অভিভূত অভিষেক
চমকে দেওয়ার মতো তথ্য হল ছবির স্ক্রিপ্ট নিজে দেখে তাতে দরকারি পরামর্শ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
১৫ জানুয়ারি রাশিফল: মকর রাশির পায়ের তলার মাটি শক্ত হবে, কার জন্য চিন্তার দিন আজ?
জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker rashifal)।
কালান্তার ( ১৫ জানুয়ারী ২০২৬ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
WPL 2026, DC vs UPW Highlights: তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল দিল্লি, এখনও খাতা খুলল না ইউপি-র
২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2026) সপ্তম ম্য়াচে বুধবার (১৪ জানুয়ারি) আরও একবার হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। এদিনের ম্য়াচে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ওয়ারিয়র্সকে তারা মাত্র ১৫৪ রানে আটকে দেয়। এই টার্গেট তাড়া করতে নেমে জেমিমা রডরিগসের (Jemimah Rodrigues) দল ৭ উইকেটে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। WPL 2026, DC vs GG Highlights: জেতা ম্য়াচ হাতছাড়া জেমিমা ব্রিগেডে, দিল্লির কুর্সিতে রাজত্ব গুজরাটের ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারল না ইউপি ইউপি ওয়ারিয়র্সের শুরুটা একেবারেই খারাপ হয়। কিরণ নবগিরে শূন্য রানে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর অধিনায়ক মেগ ল্যানিং এবং ফিবি লিচফিল্ড ইনিংসের হাল ধরেন। মেগ ল্যানিং এই ম্য়াচে ৩৮ বলে ৫৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদিকে, লিচফিল্ড স্কোরকার্ডে যোগ করেন ২৭ রান। MI vs DC, WPL 2026 Highlights: দ্বিতীয় ম্য়াচেই দুরন্ত জয় হরমনপ্রীতদের, অধিনায়ক হিসেবে সুখকর হল না জেমিমার স্মৃতি অন্যদিকে, হারলিন দেওল ৩৬ বলে ৪৭ রান করেন। কিন্তু, রিটায়ার্ড আউট হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। শেষের দিকে ইউপি ওয়ারিয়র্সের ব্যাটাররা ক্রমাগত উইকেট হারাতে শুরু করে। দিল্লির হয়ে মারিজান কাপ দুর্দান্ত বোলিংয়ের দৌলতে ২ উইকেট শিকার করেন। এছাড়া শেফালি বর্মা ২ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রানের গতিতেও যথেষ্ট লাগাম টানেন। Lizelle Lee Catch Viral Video: বয়স ৩৩, বাজপাখির ক্ষিপ্রতা! দুরন্ত ক্যাচে নজর কাড়লেন এই প্রোটিয়া উইকেটকিপার শেষ ওভারে ম্য়াচ জিতল দিল্লি ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের শুরুটা বেশ ভাল হয়। শেফালি বর্মা এবং লিজ়েল লি-র মধ্যে প্রথম উইকেটে গড়ে ওঠে একটি মজবুত পার্টনারশিপ। তাঁর ইউপি-র বোলারদের উপর যথেষ্ট চাপ তৈরি করেছিলেন। শেফালি বর্মা ৩৬ রানে আউট হলেন। এরপর লিজ়েল লি-র আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত থাকে। তিনি শেষপর্যন্ত ৪৪ বলে ৬৭ রান করেন। লি আউট হওয়ার পর এই ম্য়াচটা বেশ রোমাঞ্চকর হয়ে ওঠে। ইউপি ওয়ারিয়র্সের বোলার আশা শোভনা দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। তিনি শেফালি বর্মার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এরপর তিনি লরা উলভার্টকেও বেশ অস্বস্তিতে ফেলেছিলেন। আর এভাবেই ওয়ারিয়র্স এই ম্য়াচে কামব্যাক করে। Jemimah Rodrigues Record: অধিনায়ক হিসেবে অভিষেক ম্য়াচেই ইতিহাস জেমিমার, ভাঙলেন স্মৃতির রেকর্ড ১৫ ওভারের মাথায় দীপ্তি শর্মার হাতে বল তুলে দেওয়া হবে। তিনি লাগাতার ২ উইকেট নিয়ে দিল্লিকে যথেষ্ট চাপে ফেলে দেন। কিন্তু, লরা উলভার্ট ধৈর্য্য হারাননি। তিনি শেষপর্যন্ত ব্যাট হাতে টিকে থাকেন। অপরাজিত ২৫ রান করে মাঠ ছাড়লেন। উলভার্টের বুদ্ধিদীপ্ত ইনিংসই দিল্লির জয়ের সবথেকে বড় কারণ। শেষকালে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান করে ম্য়াচটা জিতে নেয়। ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে এটা দিল্লির প্রথম জয়। আশা করা যায়, এই জয় তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। ইউপি ওয়ারিয়র্সও যথেষ্ট চেষ্টা করেছিল। কিন্তু, শেষপর্যন্ত তারা আর জিততে পারেনি।
TMC: শুভশ্রীকে পাশে নিয়ে বার্তা দিলেন অভিষেক, কেন তৈরি হল ‘লক্ষ্মী এল ঘরে’
রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'লক্ষ্মী এল ঘরে' এদিন দেখানো হয় নন্দনে। শুভশ্রীর সঙ্গে ছবিতে দেখা যাবে অভিনেতা অঙ্কুশকেও। আসলে তৃণমূলের বিভিন্ন প্রকল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে। রাজ্যের বিভিন্ন জায়গা এই ছবি দেখানোর পরিকল্পনা করেছে তৃণমূল।
Nadia: ‘TMC বিধায়কের ঘরের নীচে মধুচক্র…’, বিস্ফোরক অভিযোগ দলের নেতার, কী বললেন আলিফা আহমেদ
Kaligunj: নদিয়ার কালীগঞ্জ থানার পলাশীর ঘটনা। কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়কের বাড়ির নীচে রমরমিয়ে মধুচক্রের ব্যবসা চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। খবর সংগ্রহ করতে গেলে সংবাদমাধ্যমের উপর হামলা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
রাতে ঘুমের সময় পোশাক নয়, নগ্ন শরীরেই লুকিয়ে আসল জীবনীশক্তি! বাড়বে আয়ু
নগ্ন হয়ে ঘুমনোর রয়েছে হাজারও উপকারিতা।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের (BCB Director Nazmul Islam) বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন (Bangladesh Cricket)। আগামীকালের মধ্যে তিনি পদত্যাগ না করলে বিপিএল-সহ সব ধরনের ক্রিকেট বয়কট করার আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’ (COAB)। বুধবার রাতে এক জরুরি জুম সংবাদ সম্মেলনে এই চরম সিদ্ধান্ত জানান কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। […] The post Bangladesh Cricket | বিসিবিতে চরম অস্থিরতা! পরিচালক নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম ক্রিকেটারদের, কাল থেকেই ‘খেলা বন্ধের’ হুঁশিয়ারি appeared first on Uttarbanga Sambad .
যুদ্ধের আবহেই ‘ভিসাযুদ্ধ’! ইরান-রাশিয়াকে ‘নিষিদ্ধ’করে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে ট্রাম্প
কী সিদ্ধান্ত নিতে চলেছেন ট্রাম্প?
Iran: ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনা, তেহরানে হাই অ্যালার্ট, ঠিক কী হতে চলেছে!
ইরানের সাম্প্রতিক বিক্ষোভে বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে আন্দোলন চলছে। চরম আর্থিক সঙ্কট সহ একাধিক সমস্যায় জর্জরিত মানুষ পথে নেমেছে, প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে। ইরান সরকার এই বিক্ষোভ দমন করতে কঠোর অবস্থান নিয়েছে। নিহতের সংখ্যা ২৬০০ ছাড়িয়েছে, তারপরও ইরানে বিক্ষোভ থামছে না।
সুযোগ পেলেই দাঁত দিয়ে নখ কাটে খুদে, সহজ উপায়েই বদভ্যাস ছাড়াতে পারবেন মা-বাবারা
বিশেষজ্ঞদের মতে, দাঁত দিয়ে নখ কাটা হল একধরনের 'নার্ভাস হ্যাবিট'। জীবনের যেকোনও সময় এই বদভ্য়াস দেখা দিতে পারে।
ইরানে ঘনাচ্ছে যুদ্ধের মেঘ? বিদেশমন্ত্রীর ফোন জয়শংকরকে, বায়ুসেনা ঘাঁটি ফাঁকা করল আমেরিকা!
ইতিমধ্যে মার্কিন নাগরিক এবং ভারতীয় নাগরিকদের ইরান ছাড়তে নির্দেশ দিয়েছে দুই দেশের দূতাবাস। তারপর থেকেই ইরান ঘিরে ঘটনার ঘনঘটা।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজকোটের (Ind-NZ 2nd ODI) পিচে সেঞ্চুরির বদলে এল পাল্টা সেঞ্চুরি। ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার দিনে জ্বলে উঠেছিলেন কেএল রাহুল (KL Rahul), কিন্তু তাঁর সেই লড়াইকে ছাপিয়ে গেলেন আইপিএলে উপেক্ষিত ড্যারিল মিচেল (Daryl Mitchell)। বুধবার রাজকোটে দ্বিতীয় ওয়ানডে (Rajkot ODI) ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল নিউজিল্যান্ড। আগামী রবিবারই নির্ধারিত হবে সিরিজের […] The post Ind-NZ 2nd ODI | আইপিএলে ব্রাত্য হলেও রাজকোটে ‘হিরো’ মিচেল! রাহুলের স্বপ্নভঙ্গ করে ভারতকে হারিয়ে সিরিজে ফিরল নিউজিল্যান্ড appeared first on Uttarbanga Sambad .
US-Iran: এবার সরাসরি ট্রাম্পকেই চ্যালেঞ্জ! মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি তেহরানের
মূল্যবৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিদিনই একটু একটু করে বাড়ছে সে দেশে। সরকারও সর্বশক্তি দিয়ে বিক্ষোভ দমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, এযাবৎকালের সবচেয়ে বড় বিক্ষোভ দমাতে ইরান সেনা ও পুলিশের গুলিতে অন্তত আড়াই হাজার আন্দোলনকারীর মৃত্যু হয়েছে সে দেশে।
Rohit Sharma Record: রোহিতের রেকর্ডের দিনে লজ্জার হার, চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলাররা
India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি বুধবার (১৪ জানুয়ারি) রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৭ উইকেটে হেরে গেল। নিউজ়িল্যান্ডের হয়ে দুর্দান্ত শতরান করলেন ড্যারিল মিচেল। শেষপর্যন্ত তিনি ১৩১ রানে অপরাজিত থাকেন। প্রসঙ্গত, টিম ইন্ডিয়া এই ম্য়াচে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান করেছিল। কিন্তু, এই রান তাড়া করার জন্য ভারতীয় বোলারদের যে পারফরম্য়ান্স দরকার ছিল, সেটা করতে পারেনি। শেষপর্যন্ত নিউজিল্যান্ড ৪৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে কাঙ্খিত টার্গেট অর্জন করে ফেলে। আরও পড়ুন: IND vs NZ 2nd ODI Live Updates: রাহুলের পাল্টা সেঞ্চুরি মিচেলের, একাই ছিনিয়ে নিলেন ভারতের গ্রাস রেকর্ড গড়লেন রোহিত শর্মা এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) শুরুটা বেশ ভাল করলেও, বড় স্কোর করতে পারলেন না। ৩৮ বলে মাত্র ২৪ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। তবে এই ম্য়াচে রোহিত একটি অনন্য রেকর্ড কায়েম করেছেন। আসলে, ওয়ানডে ক্রিকেটে এশিয়া মহাদেশের উইকেটে তিনি সপ্তম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। রোহিত শর্মার আগে এই কৃতিত্ব মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) অর্জন করেছিলেন। তিনি এশিয়া মহাদেশের উইকেটে মোট ৭,১০৩ রান করেছিলেন। আর এবার রোহিত শর্মা ৭,০১৯ করে এই তালিকায় নিজের নাম লিখিয়ে ফেললেন। আরও পড়ুন: Virat Kohli Breaks Sachin Tendulkar Record: বিরাটই টিম ইন্ডিয়ার আসল 'ধুরন্ধর', করলেন মাত্র ২৩ রান, ভাঙলেন শচীনের মহারেকর্ড! তবে এশিয়া মহাদেশের উইকেটে সবথেকে বেশি রান যিনি করেছেন, তাঁর নাম - শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। গোটা কেরিয়ারে শচীন মোট ১২,০৬৭ রান করেন। এরপর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি করেছেন ৯,১২১ রান। তৃতীয় স্থানে রয়েছে সনৎ জয়সূর্য। তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে ৮,৪৪৮ রান। আরও পড়ুন: Virat Kohli ICC Ranking: ওয়ানডে ক্রিকেটে 'কিং' বিরাট কোহলি, পতন হল রোহিত সাম্রাজ্যের! লজ্জার হার ভারতের জয়ের জন্য ২৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ড হেসেখেলে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলল। তিন উইকেট হারালেও তারা জয় নিয়ে একেবারে চিন্তিত ছিল না। উইল ইয়ং ৮৭ রান করে জয়ের রাস্তাটা অনেকটাই প্রশস্থ করে দিয়েছিলেন। এই ম্য়াচে একটি করে উইকেট শিকার করলেন প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব এবং হর্ষিত রানা। বাকি বোলাররা শুধুমাত্র রান দিয়ে গেলেন। কুলদীপ একটি উইকেট নিলেও ১০ ওভারে দিয়েছেন ৮২ রান। অর্থাৎ, নিউজিল্যান্ডের জয়ের জন্য এক তৃতীয়াংশ রান তিনিই খরচ করে এলেন। আগামী রবিবার (১৮ জানুয়ারি) এই সিরিজের তৃতীয় ম্য়াচ আয়োজন করা হবে। এটাই হতে চলেছে সিরিজের নির্ণায়ক ম্যাচ। আশা করা যায়, টিম ইন্ডিয়া নিজেদের ভুলভ্রান্তি শুধরে রবিবাসরীয় ম্য়াচে খেলতে নামবে।
ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় এফআইআরের নির্দেশ কমিশনের, ধৃত দুই
এসআইআর পর্ব চলাকালীন ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় দায়ের হল এফআইআর।
Winter Skincare Tips: শীতকাল এলেই ত্বকের সমস্যা বেড়ে যায়। ঠান্ডা বাতাস ও কম আর্দ্রতার কারণে ত্বক শুষ্ক, রুক্ষ এবং প্রাণহীন হয়ে পড়ে। বিশেষ করে মুখের ত্বকে টান ধরা, খোসা ওঠা এবং উজ্জ্বলতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এই সময় ত্বকের সঠিক যত্ন না নিলে ব্রণ, দাগ কিংবা অকাল বার্ধক্যের লক্ষণও ফুটে উঠতে পারে। তাই শীতকালে ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুলতানি মাটি প্রাচীনকাল থেকেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। এটি ত্বক পরিষ্কার করতে, অতিরিক্ত তেল শোষণ করতে এবং মুখের উজ্জ্বলতা বাড়াতে বিশেষভাবে কার্যকর। অনেকের মনে ধারণা থাকে যে শীতকালে মুলতানি মাটি ব্যবহার করলে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে। কিন্তু সঠিক উপায়ে ও উপযুক্ত উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে শীতকালেও মুলতানি মাটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। শীতকালে মুলতানি মাটি ব্যবহারের মূল চাবিকাঠি হল এর সঙ্গে এমন উপাদান মেশানো যা ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। গোলাপ জল এই ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। গোলাপ জল ত্বককে শান্ত করে, প্রাকৃতিকভাবে হাইড্রেট করে এবং ত্বকের ভেতরের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে লাগালে ত্বক পরিষ্কার হয় এবং খোলা ছিদ্রের সমস্যা অনেকটাই কমে যায়। নিয়মিত ব্যবহারে মুখের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে। আরও পড়ুন- শিশুদের উচ্চ রক্তচাপ কী, কেন বাড়ছে এবং কতটা বিপজ্জনক? শীতকালে মুলতানি মাটির সঙ্গে অ্যালোভেরা জেল মেশানোও একটি চমৎকার উপায়। অ্যালোভেরা ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দেয় এবং শুষ্কতার কারণে হওয়া জ্বালা বা চুলকানি কমাতে সাহায্য করে। এতে থাকা প্রাকৃতিক প্রদাহনাশক উপাদান ব্রণের সমস্যা কমায় এবং ত্বককে মসৃণ রাখে। যাদের ত্বক খুব শুষ্ক বা সংবেদনশীল, তাঁদের জন্য এই মিশ্রণ বিশেষভাবে উপযোগী। আরও পড়ুন- ভারতের নানা প্রান্তের আঞ্চলিক সংস্কৃতি উৎসব, এগুলো জীবনে একবার হলেও দেখা উচিত মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করা জরুরি। মুখে কোনও ময়লা বা মেকআপ থাকলে ফেসপ্যাকের উপকারিতা পুরোপুরি পাওয়া যায় না। হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে আলতো করে শুকিয়ে নেওয়া উচিত। এরপর মুলতানি মাটি, টমেটোর গুঁড়ো এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করতে হবে। এই পেস্ট মুখে সমানভাবে লাগিয়ে প্রায় কুড়ি মিনিট রেখে দিতে হবে। প্যাক পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নেওয়া ভালো। আরও পড়ুন- পৌষ সংক্রান্তিতে নরম তুলতুলে সুজির দুধ চিতই, জেনে নিন বানানোর সহজ ঘরোয়া পদ্ধতি টমেটোর গুঁড়ো ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এটি ত্বকের রং উজ্জ্বল করে এবং দাগছোপ হালকা করতে সাহায্য করে। শীতকালে ত্বক যখন নিষ্প্রভ হয়ে যায়, তখন এই উপাদানটি মুলতানি মাটির সঙ্গে মিশে ত্বকে নতুন প্রাণ ফিরিয়ে আনে। তবে যাঁদের ত্বক খুব সংবেদনশীল, তাঁরা প্রথমে অল্প পরিমাণে ব্যবহার করে দেখতে পারেন। আরও পড়ুন- নিপা ভাইরাসের আতঙ্কে নলেনগুড় ছাড়বেন না, খেজুরের রস নিয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহার করলে শীতকালেও ত্বক পরিষ্কার, উজ্জ্বল এবং স্বাস্থ্যকর থাকে। তবে সপ্তাহে এক বা দুইবারের বেশি ব্যবহার করা উচিত নয়। অতিরিক্ত ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হতে পারে। ফেসপ্যাক ব্যবহারের পর একটি হালকা ময়েশ্চারাইজার লাগালে ফল আরও ভালো পাওয়া যায়। সব ধরনের ত্বকের জন্য একই ফেসপ্যাক উপযোগী না-ও হতে পারে। তাই কোনও অস্বস্তি বা অ্যালার্জির লক্ষণ দেখা দিলে ব্যবহার বন্ধ করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রাকৃতিক উপাদান হলেও ত্বকের ধরন অনুযায়ী সচেতনতা জরুরি। সতর্কীকরণ দাবিত্যাগ: এই নিবন্ধে প্রদত্ত তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য। ত্বক সংক্রান্ত কোনও সমস্যা থাকলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
কাটছে অচলাবস্থা? মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় নতুন ইনভেস্টর মহামেডানে! আইএসএলের আগে সুখবর কর্তাদের
আইএসএল শুরুর মাসখানেক আগে সুখবর মহামেডান সমর্থকদের জন্য। দীর্ঘদিন ধরে চলে আসা স্পনসর সংক্রান্ত জটিলতা এবার কাটার মুখে।
কাটল অচলাবস্থা, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই নতুন ইনভেস্টর মহামেডানে, আইএসএলের আগে সুখবর কর্তাদের
আইএসএল শুরুর মাসখানেক আগে সুখবর মহামেডান সমর্থকদের জন্য। দীর্ঘদিন ধরে চলে আসা স্পনসর সংক্রান্ত জটিলতা এবার কাটার মুখে।
12 Jyotirlinga Significance: হিন্দু ধর্মে ভগবান শিবের উপাসনা মানেই শক্তি, বৈরাগ্য এবং মোক্ষের সাধনা। শাস্ত্র মতে, ভগবান শিব নিজেকে যে বারোটি পবিত্র স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশ করেছিলেন, সেগুলিকেই বলা হয় জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গগুলি কোনও সাধারণ শিবলিঙ্গ নয়, বরং অসীম আলো বা জ্যোতিরূপে শিবের সর্বব্যাপী শক্তির প্রতীক। তাই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ (12 Jyotirlinga Significance) হিন্দু আধ্যাত্মিকতায় এক বিশেষ স্থান দখল করে আছে। ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থিত এই ১২টি জ্যোতির্লিঙ্গ ভক্তদের কাছে মুক্তি, পাপমোচন ও আত্মিক শান্তির পথ হিসেবে বিবেচিত। সোমনাথ থেকে শুরু করে ঘৃষ্ণেশ্বর পর্যন্ত প্রতিটি জ্যোতির্লিঙ্গের সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক কাহিনি, আধ্যাত্মিক শক্তি এবং ভগবান শিবের ভিন্ন রূপের প্রকাশ। এই তীর্থস্থানগুলি দর্শন করলে জীবনের দুঃখ, ভয় ও অশান্তি দূর হয় বলে বিশ্বাস করা হয়। ১২টি জ্যোতির্লিঙ্গ সোমনাথ গুজরাটের সোমনাথ জ্যোতির্লিঙ্গকে প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে মানা হয়। বহুবার ধ্বংস হওয়ার পরেও এই মন্দিরের পুনর্নির্মাণ শিবভক্তদের অটুট বিশ্বাসের প্রতীক। এখান থেকেই শিবের অবিনশ্বর শক্তির ধারণা স্পষ্ট হয়। আরও পড়ুন- ঈশ্বরের উল্কি করানো কি অশুভ? শরীরে ধর্মীয় উল্কি করার আগে মানুন এই শাস্ত্রসম্মত নিয়ম মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ শিব ও শক্তির মিলনের প্রতীক, যা ভক্তদের পারিবারিক ও মানসিক স্থিতি প্রদান করে। আরও পড়ুন- মুখে জন্মদাগ কি অশুভ? পিঠে জন্মচিহ্ন থাকলে কী ইঙ্গিত দেয়, জানুন শরীরের জন্মদাগের গোপন রহস্য! মহাকালেশ্বর মধ্যপ্রদেশের উজ্জয়িনে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গকে মোক্ষ প্রদানকারী শিবলিঙ্গ বলা হয়। বিশ্বাস করা হয়, এখানকার দর্শন মৃত্যুভয় দূর করে এবং আত্মাকে মুক্তির পথে এগিয়ে দেয়। তাই অনেক শাস্ত্রজ্ঞ বলেন, মহাকালেশ্বরই হল মোক্ষের শিবলিঙ্গ। আরও পড়ুন- সূর্য দেবতাকে খুশি করতে উত্তরায়ণের দিনে মকর সংক্রান্তির এই ব্রত কথাগুলো অবশ্যই পড়ুন ওমকারেশ্বর একই রাজ্যের নর্মদা নদীর মাঝে অবস্থিত ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ‘ওঁ’ আকৃতির দ্বীপে অবস্থান করে এবং সর্বজনীন চেতনার প্রতীক হিসেবে বিবেচিত। আরও পড়ুন- কোন রাশির ভাগ্যে অর্থ, কোন রাশির জীবনে বিদেশযাত্রা? দেখুন আজকের রাশিফল কেদারনাথ উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে অবস্থিত কেদারনাথ জ্যোতির্লিঙ্গ ভক্তি ও ত্যাগের চূড়ান্ত নিদর্শন। দুর্গম পথ পেরিয়ে এই মন্দিরে পৌঁছনোই এক ধরনের সাধনা। ভীমাশঙ্কর ও ত্র্যম্বকেশ্বর মহারাষ্ট্রের ভীমাশঙ্কর ও ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ যথাক্রমে অশুভ শক্তির বিনাশ এবং সৃষ্টির চক্রের সঙ্গে যুক্ত। ত্র্যম্বকেশ্বর নাসিকের ত্র্যম্বকেশ্বর গোদাবরী নদীর উৎসস্থল হওয়ায় বিশেষ পবিত্র বলে মানা হয়। বিশ্বনাথ বারাণসীর কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গকে জীবন ও মৃত্যুর ঊর্ধ্বে ওঠার প্রতীক বলা হয়। বিশ্বাস অনুযায়ী, এখানে মৃত্যুবরণ করলে আত্মা সরাসরি মোক্ষ লাভ করে। বৈদ্যনাথ ঝাড়খণ্ডের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ রোগ নিরাময়ের জন্য প্রসিদ্ধ এবং শারীরিক-মানসিক আরোগ্যের সঙ্গে যুক্ত। নাগেশ্বর গুজরাটের নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ভয় ও নেতিবাচক শক্তি থেকে সুরক্ষার প্রতীক। রামেশ্বরম দক্ষিণ ভারতের রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ রামায়ণের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত এবং ভক্তদের কর্মফল শুদ্ধ করে। ঘৃষ্ণেশ্বর সর্বশেষ, মহারাষ্ট্রের ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ সরল বিশ্বাস ও নিষ্ঠার প্রতীক হিসেবে পরিচিত। ইলোরা গুহার নিকটে অবস্থিত হওয়ায় এটি ঐতিহাসিক গুরুত্বও বহন করে। এই বারোটি জ্যোতির্লিঙ্গ একসঙ্গে ভগবান শিবের শাশ্বত আলো ও শক্তির প্রকাশ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা কেবল একটি তীর্থভ্রমণ নয়, বরং আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির এক মহাপথ।
‘মানুষের কথা ভেবে কাজ হয়েছে’, ‘লক্ষ্মী এলো ঘরে’সিনেমার স্ক্রিপ্ট নিয়ে অভিষেকের সঙ্গেও আলোচনা রাজের
রাজ পরিচালিত 'লক্ষ্মী এলো ঘরে' শর্টফিল্ম দেখে আপ্লুত অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী জানালেন?
তপন: ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানির (SIR Hearing) প্রবল মানসিক চাপ ও শারীরিক ধকল কি কেড়ে নিল এক বৃদ্ধের প্রাণ? বুধবার দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে ফয়েজদ্দিন সরকার (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যুকে (Elderly man dies) ঘিরে এই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। পরিবারের অভিযোগ, ভোটার তালিকায় নাম কাটা যাওয়ার আতঙ্ক […] The post SIR Hearing | তালিকায় নাম কাটা যাওয়ার আতঙ্ক! তপনে শুনানি কেন্দ্রে হাজিরা দিয়ে বাড়ি ফিরতেই হার্ট অ্যাটাক, মৃত বৃদ্ধ appeared first on Uttarbanga Sambad .
সংগঠনে ‘বিচ্ছিন্ন’অনিকেত, ক্রাউড ফান্ডিং ইস্যুতে তীব্র ভর্ৎসনা আর জি করের ‘সহযোদ্ধা’দের
ফ্রন্টে ক্রমশ চওড়া হচ্ছে ফাটল।
দামি ক্লিনারকে টা-টা! রান্নাঘরের এই উপকরণেই কেল্লাফতে, ঝকঝকে হবে বাথরুম
বাজারচলতি দামি রাসায়নিক নয়, বরং হাতের কাছের ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বাথরুমকে রাখুন নতুন ও ঝকঝকে। কীভাবে? জেনে নিন সেরা ঘরোয়া টিপস।
নাগরিকত্বের নথি থেকে আগেই বাদ, আধার কার্ড জন্মের প্রমাণপত্রও নয়, সাফ জানাল আদালত
প্রশ্ন উঠছে, আধারের কাজটা কি? স্রেফ পরিচয়পত্র? সেটা তো অন্য যে কোনও নথিতেই হতে পারে।
‘শীতের রাতে গাড়িতে সেক্স করার মজাই আলাদা’! কনসার্টে শ্রোতাদের সঙ্গমের পরামর্শ দিয়ে বিতর্কে হানি সিং
লাইভ অনুষ্ঠানে গানের ফাঁকে শ্রোতা-দর্শকদের সঙ্গমের পরামর্শ দিয়ে ফের বিতর্কে র শিরোনামে নাম তুললেন হানি সিং।
ইরানে ১০ হাজার ভারতীয়'র ভবিষ্যৎ প্রশ্নের মুখে? উত্তাল পরিস্থিতিতে দেশ ছাড়ার বড় নির্দেশ
ইরানে ১০ হাজার ভারতীয়'র ভবিষ্যৎ প্রশ্নের মুখে ? উত্তাল পরিস্থিতিতে দেশ ছাড়ার নির্দেশ ইরানে টানা দু সপ্তাহ ধরে চলা হিংসাত্মক বিক্ষোভ ও অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে সেখানে থাকা ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয়দের ইরান ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হচ্ছে। সাম্প্রতিক অস্থিরতায় ইরানে ইতিমধ্যেই ২,৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। West Bengal News Live Updates:'এবার আদালতেই দেখা হবে', মানহানির নোটিসের জবাব না পেয়ে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দুর বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ১০,৩২০ জন ভারতীয় নাগরিক এবং ৪৪৫ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বসবাস করেন। সব মিলিয়ে সংখ্যাটি প্রায় ১০,৭৬৫। এই ভারতীয়দের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, এবং পর্যটক। তাঁদের বেশিরভাগই তেহরান, মাশহাদ ও বন্দর আব্বাসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলিতে থাকেন। ইরানে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অংশ জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। তুলনামূলকভাবে কম খরচ এবং সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে বহু কাশ্মীরি পড়ুয়া ইরানের বিশ্ববিদ্যালয়গুলিকে বেছে নেন। তাঁরা মূলত এমবিবিএসের সমতুল্য ডক্টর অফ মেডিসিন (MD) ডিগ্রি সহ বিভিন্ন পেশাদার কোর্সে পড়াশোনা করেন। ইরান সরাসরি এমবিবিএস ডিগ্রি প্রদান না করলেও ডক্টর অফ মেডিসিন ডিগ্রিকে তার সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি বহু ভারতীয় ইঞ্জিনিয়ার ও চিকিৎসক ওয়ার্ক ভিসায় ইরানে কর্মরত। ভারত-ইরান বাণিজ্যিক সম্পর্কের সুবাদে ইরানে রয়েছেন বহু ভারতীয় ব্যবসায়ীও। সিঙ্গুরে ফের টাটা? মোদীর সভার আগে সুকান্তর আশ্বাসে রাজনৈতিক তরজা তুঙ্গে ইরান শিয়া মুসলমানদের ধর্মীয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভারত থেকেও বহু ছাত্র ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য সেখানে যান। জানা গিয়েছে, ধর্মীয় শিক্ষায় যুক্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য ইরানে উন্নত সুযোগ-সুবিধা রয়েছে এবং অনেক ক্ষেত্রে ইরান সরকারই তাঁদের পড়াশোনার খরচ বহন করে। রাজধানী তেহরানে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। পাশাপাশি মাশহাদও ভারতীয় সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। বন্দর আব্বাস মূলত একটি বন্দর শহর, যেখানে বহু ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের সময়ও বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছিল। সেই সময় বহু শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। pic.twitter.com/5LnD6gC0tu — India in Iran (@India_in_Iran) January 14, 2026 এদিকে প্রশ্ন উঠছে, কেন এত বড় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান? বিশেষজ্ঞদের মতে, ভয়াবহ অর্থনৈতিক সংকটই এই অস্থিরতার মূল কারণ। ২৮ ডিসেম্বর থেকে দেশের ৩১টিরও বেশি প্রদেশে ৫০০টির বেশি বিক্ষোভ হয়েছে। লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান দামে ক্ষুব্ধ সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। বিশ্লেষকদের মতে, গত তিন বছরে ইরান সরকার এমন গুরুতর অভ্যন্তরীণ সংকটের মুখে পড়েনি। এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এমন এক সময়ে, যখন ইরান ইতিমধ্যেই আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে, বিশেষ করে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলার পর। Dev: “বয়স্কদের হয়রানি নয়, ভোটার অধিকার সুরক্ষিত হোক”, SIR শুনানিতে গিয়ে আর্জি দেবের
Bike Fire |আসানসোলে চলন্ত বাইকে ভয়াবহ আগুন! ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে অল্পের জন্য রক্ষা পেলেন চালক
আসানসোল: আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণির এইচএলজি মোড়ে বুধবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই একটি মোটরবাইকে আগুন (Bike Fire) ধরে যায়। অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন বাইক চালক। ব্যস্ততম রাস্তায় এই অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘক্ষণ আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এদিন সকালে ওই ব্যক্তি মোটরবাইক নিয়ে সেনরেল রোড […] The post Bike Fire | আসানসোলে চলন্ত বাইকে ভয়াবহ আগুন! ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে অল্পের জন্য রক্ষা পেলেন চালক appeared first on Uttarbanga Sambad .
Paediatric Hypertension Explained: শিশুদের উচ্চ রক্তচাপ কী, কেন বাড়ছে এবং কতটা বিপজ্জনক?
আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের, সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যুকে ঘিরে দুই দেশের তদন্তে বড় ধরনের অসামঞ্জস্য সামনে এসেছে। গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক ইয়ট ভ্রমণের সময়, জলে ঝাঁপ দেওয়ার পর জুবিন ডুবে যান। সিঙ্গাপুর পুলিশের মতে, সেই মুহূর্তে তিনি “প্রচণ্ড নেশাগ্রস্ত” অবস্থায় ছিলেন এবং একাধিক সতর্কতা সত্ত্বেও লাইফ ভেস্ট পরতে অস্বীকার করেছিলেন। এই তথ্য আদালতে জানান পুলিশ কোস্ট গার্ডের সহকারী পুলিশ সুপার ডেভিড লিম। করোনারের তদন্তে তিনি প্রথম সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জুবিন ইয়ট থেকে জলে ঝাঁপ দেওয়ার পর, সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েন ।এবং পরে নিশ্চল হয়ে যান। তার বন্ধুদের চেষ্টাতেও তাকে ফেরানো সম্ভব হয়নি। Debolinaa Nandy: কেন সায়ককে ফোন? ‘৭৮টা ঘুমের ওষুধ’ বিতর্ক! বাড়ি ফিরেই আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে সরব দেবলীনা পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে ‘ডুবে যাওয়া’ উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তে দেখা গেছে, জুবিনের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি ১০০ মিলিতে ৩৩৩ মিলিগ্রাম - যা সিঙ্গাপুরের ড্রাইভিং সীমার (৮০ মিলিগ্রাম) অনেক গুণ বেশি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনা আত্মহত্যার মত ছিল না, তাঁকে জোর বা জবরদস্তি করার কোনও প্রমাণ নেই। তবে এই বিবরণ আসাম পুলিশের রিপোর্টের সম্পূর্ণ বিপরীত। আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) একটি চার্জশিটে দাবি করেছে, ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়- ইচ্ছাকৃতভাবে ঘটানো হত্যাকাণ্ড। সেখানে উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, সহ-সংগীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী, অমৃতপ্রভা মহন্ত এবং তাঁর আত্মীয় সন্দীপন গর্গসহ পাঁচজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে দাবি, অভিযুক্তরা জুবিনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অতিরিক্ত মদ্যপান করান, লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে উৎসাহিত করেন, এমনকি জলে পড়ার পর তাঁকে উদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা নেননি। Amal Chowdhury: নিভৃত প্রস্থান, সংক্রান্তিতেই শেষ নিঃশ্বাস ফেললেন ‘মহিষাসুর’ অমলবাবু জুবিনের কাকা মনোজ বরঠাকুর সিঙ্গাপুরে আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “দুই দেশে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে তদন্ত চলছে। আসাম পুলিশ ঘটনাটির পেছনের ষড়যন্ত্র খতিয়ে দেখছে, আর সিঙ্গাপুর পুলিশ সেইদিন ঠিক কী ঘটেছিল সেটি দেখছে।” করোনারের আদালতের পরবর্তী শুনানি আগামী মাসে নির্ধারিত হয়েছে। দুই দেশের তদন্তের ফলাফলের মধ্যেকার এই বিপরীত চিত্র জুবিন গর্গের মৃত্যুকে আরও জটিল ও প্রশ্নবিদ্ধ করে তুলছে।
প্রযুক্তি নির্ভরতাকে দূরে ঠেলে সাবেকি ঢেঁকির কদর আজও অমলিন, পিঠে-পুলির অপূর্ব স্বাদ মন ভরাবে
বর্তমান যুগে কৃষি থেকে রান্নাঘর সব ক্ষেত্রেই প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহার বেড়েছে। তবু বাংলার গ্রামজীবনে আজও পুরোপুরি হারিয়ে যায়নি সাবেকি ঢেঁকির কদর। রাজ্যের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলায় এখনও ঐতিহ্যকে আঁকড়ে ধরে রেখেছেন বহু গ্রামীণ মহিলা। পৌষ সংক্রান্তির প্রাক্কালে তাই জেলার রায়না, খণ্ডঘোষ, জামালপুর-সহ একাধিক গ্রামে কান পাতলেই শোনা যাচ্ছে ঢেঁকিতে চাল ভাঙার চিরচেনা শব্দ। ঢেঁকিতে ভানা চালের গুঁড়ো আর খেজুর গুড় মিলিয়ে তৈরি পিঠে-পুলিতে আগামী কয়েকদিন মাতোয়ারা থাকবে গ্রামবাংলা। এক সময় পৌষ মাস পড়লেই গ্রামবাংলার প্রায় প্রতিটি বাড়িতে ঢেঁকিতে চাল ভাঙার ধুম পড়ে যেত। সেই চালের গুঁড়ো দিয়েই তৈরি হতো নানান রকমের পিঠে-পুলি। তবে সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রের ব্যবহার বেড়েছে, ফলে ঢেঁকি অনেক জায়গায় প্রায় হারিয়ে যেতে বসেছে। অনেকেই এখন চাল গুঁড়ো করতে মিলের দ্বারস্থ হচ্ছেন। তবুও তার মাঝেই কিছু গ্রামে আজও পুরনো প্রথা বজায় রেখে ঢেঁকিকে আগলে রেখেছেন গ্রামবাসীরা। Madhyamik 2026: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন জামালপুর ব্লকের শিয়ালী ও কোড়া গ্রাম তারই উদাহরণ। এই দুই গ্রামের বাসিন্দারা পিঠে-পুলির জন্য যন্ত্রে ভাঙা চালের গুঁড়োর পরিবর্তে ঢেঁকিতে ভানা চালকেই প্রাধান্য দেন। প্রতি বছরের মতো এ বছরও ঢেঁকিতে ছাঁটা চালের গুঁড়ো দিয়ে পৌষ পার্বণের প্রস্তুতিতে ব্যস্ত গ্রাম দু’টির মহিলারা। শুধু নিজেরাই নন, আশপাশের গ্রামের মানুষদের চাল গুঁড়ো করে দিয়ে সামান্য হলেও উপার্জনের পথও তৈরি করছেন তাঁরা। জেলার আরও কিছু প্রত্যন্ত গ্রামেও এখন একই ছবি ধরা পড়ছে। West Bengal weather: মাঘের শুরুতেই ফের তাণ্ডব দেখাবে শীত! হুড়মুড়িয়ে নামবে পারদ, কাঁপবে গোটা বাংলা শিয়ালী গ্রামের গৃহবধূ কাকলী কোলের কথায়, “ঢেঁকিতে ছাঁটা চালের গুঁড়ো দিয়ে বানানো পিঠে-পুলির স্বাদ আলাদা। এই চাল অনেকদিন ভালো থাকে।” একই গ্রামের আর এক গৃহবধূ কল্পনা কোল জানান, “আমাদের গ্রামে এখন মাত্র একটি ঢেঁকি আছে। পৌষের আগে সেই ঢেঁকিতেই চাল ভাঙাতে আসেন গ্রামের বহু মহিলা। উপার্জনের আশায় এই সময় ঢেঁকির মালিক পরিবারের পুরুষরাও কাজে হাত লাগান।” তাঁদের মতে, খেজুর গুড় আর ঢেঁকিতে ভানা চালের পিঠে-পুলি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে তুলে ধরে। সিঙ্গুরে ফের টাটা? মোদীর সভার আগে সুকান্তর আশ্বাসে রাজনৈতিক তরজা তুঙ্গে বুধবার শিয়ালী ও কোড়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের এক প্রান্তে মাটির দাওয়ায় বসে ঢেঁকিতে চাল গুঁড়ো করার কাজে ব্যস্ত মহিলা ও পুরুষরা। যন্ত্র ও স্মার্টফোনের দাপটের যুগে এই দৃশ্য যেন বিরলই বলা যায়। একই ছবি দেখা গেছে জেলার গোপালপুর দাসপাড়াতেও। এসব দৃশ্যই প্রমাণ করে, কিছু মানুষের উদ্যোগেই কাঠের তৈরি সাবেকি ঢেঁকি আজও গ্রামবাংলা থেকে হারিয়ে যায়নি। SIR ইস্যুতে তোলপাড় রাজ্য, মমতার হুঁশিয়ারির পরই 'অ্যাকশনে' তৃণমূল বিধায়ক
প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বাদুড়বাহিত মারণ ভাইরাস ‘নিপা’ (Nipah Virus) থাবা বসালো রাজ্যে। প্রতিষেধকহীন এই ভাইরাসে আক্রান্ত হয়ে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের এক তরুণী নার্স বর্তমানে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দপ্তর। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ইতিমধ্যেই আক্রান্তের সংস্পর্শে আসা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী-সহ মোট ৬০ জনকে শনাক্ত […] The post Nipah Virus | নিপা আতঙ্ক! আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা ৬০ জনকে শনাক্ত করল স্বাস্থ্য দপ্তর, পাঠানো হল নিভৃতবাসে appeared first on Uttarbanga Sambad .
Mutual Funds for Child: সন্তানের আগামীর সুরক্ষায় উপহার দিন মিউচুয়াল ফান্ড, কিন্তু কীভাবে?
Mutual Funds in Gift: বর্তমানে ডিম্যাট অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ড খুব সহজেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা যায়। আগে এই ধরনের স্থানান্তরের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে এই বিষয়ে পরিস্থিতি অনেকটাই সহজ বা সরল হয়েছে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় গায়ক জুবিন গার্গের (Zubeen Garg) মৃত্যু নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য? এই প্রশ্নে যখন তোলপাড় অসম, ঠিক তখনই সিঙ্গাপুরের আদালত (Coroner’s Court) এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনল। আদালতের শুনানিতে জানানো হয়েছে, গত সেপ্টেম্বর মাসে ইয়াট পার্টি চলাকালীন জুবিন লাইফ জ্যাকেট পরতে অস্বীকার করেছিলেন এবং সাঁতার কাটার […] The post Zubeen Garg death | অসমে খুনের মামলা, সিঙ্গাপুরে ‘দুর্ঘটনা’! জুবিন গার্গের মৃত্যু তদন্তে দুই মেরুতে পুলিশ appeared first on Uttarbanga Sambad .
পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করে বলেন, যদি রবীন্দ্রনাথ ঠাকুর আজও বেঁচে থাকতেন, তবে তাঁর নামও ভোটার তালিকা থেকে মুছে ফেলা হতো। তাঁর এই বক্তব্যের মাত্র একদিনের মধ্যেই ফারাক্কায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ নিবিড় সংশোধন (SIR) ক্যাম্প এবং বিডিও অফিসে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ফারাক্কা বিডিও অফিসে SIR-এর হেয়ারিং চলাকালীন তীব্র অশান্তি সৃষ্টি হয়। তৃণমূল বিধায়কের নির্দেশে তার অনুগামীরা বিডিওর চেম্বারে ভাঙচুর চালায়। আরও পড়ুন- Madhyamik 2026: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে SIR প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার কড়া হুঁশিয়ারি দেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্টভাবে জানান, ভোটার তালিকার সংশোধন সঠিকভাবে না হলে বিজেপি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে দেবে না। তার ঠিক পর আজকে ফারাক্কার ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা দেবজিৎ সরকার বলেন, “এটাই তৃণমূলের আসল রূপ। আইনের কোনও তোয়াক্কা নেই। একজন বিধায়কের উপস্থিতিতে সরকারি অফিসে ভাঙচুর এর থেকে লজ্জাজনক আর কী হতে পারে!” আরও পড়ুন- West Bengal weather: মাঘের শুরুতেই ফের তাণ্ডব দেখাবে শীত! হুড়মুড়িয়ে নামবে পারদ, কাঁপবে গোটা বাংলা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে নিশানা করে বলেন, “মুখ্য নির্বাচন কমিশনারকে (CEC) উত্তর দিতে হবে কিভাবে তিনি রাজ্যের অর্ধেক ভোটারদের নাম মুছে দিতে পারেন এবং কে সরকার গঠন করবে তা ঠিক করতে পারেন।” মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, শুধুমাত্র সুপরিচিত নাগরিকরাই নয়, বরং কয়েকজনকে, যাদের নাম খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে, তাদের কোচবিহারের সভাতেও সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। আরও পড়ুন- সিঙ্গুরে ফের টাটা? মোদীর সভার আগে সুকান্তর আশ্বাসে রাজনৈতিক তরজা তুঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এরা সবাই কোচ বিহারে জন্মগ্রহণ করেছে এবং বড় হয়েছে, তবে বিজেপি-নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন তাদের মৃত ঘোষণা করেছে।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, “BJP-EC জোট” পরিকল্পনা করছে আরও এক কোটি ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে মুছে ফেলার। পশ্চিমবঙ্গের প্রথম ধাপে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে। তিনি উল্লেখ করেন, বাঁকুরার তালডাংরা এলাকায় এক বিজেপি নেতা হাজার হাজার ফর্ম নিয়ে আটক হয়েছেন। তিনি বলেন, “বিজেপি এখন অন্য রাজ্য থেকে লোক এনে, হাজার হাজার ফর্ম ৭ ভরে ভোটারদের নাম জোরপূর্বক মুছে ফেলার চেষ্টা করছে। এটি গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ।” আরও পড়ুন- Kolkata fire: কলকাতায় ফের ভয়াবহ আগুন, বি বি গাঙ্গুলি স্ট্রিটে পুড়ে ছাই একের পর এক দোকান
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ অভিযানে আরও গতি আনল তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের গত ১৫ বছরের শাসনকালের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের রিপোর্ট কার্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি শুরু করেছে শাসকদল। সেই কর্মসূচিকে সামনে রেখে বুধবার নিজেই মাঠে নামলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে ভবানীপুরে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছন। সেখানে তিনি অভিনেতা ও তাঁর স্ত্রী দীপা মল্লিকের সঙ্গে একান্তে কথা বলেন। পরে রঞ্জিত মল্লিকের হাতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত বিবরণ সম্বলিত রিপোর্ট কার্ড তুলে দেন অভিষেক। এদিনের সাক্ষাতপর্বে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তাঁর স্বামী, প্রযোজক নিসপাল সিংও ওই সময়ে সেখানে উপস্থিত ছিলেন। বারাসাতের পর এবার নিপার তান্ডব বর্ধমানেও! তোলপাড় ফেলা ঘটনায় জারি চূড়ান্ত সতর্কতা রঞ্জিত মল্লিকের বাড়ির বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ওঁর যে সিনেমাগুলো আমি দেখেছি, তার বেশিরভাগই আমার জন্মের আগে মুক্তি পেয়েছিল। বাংলা চলচ্চিত্র শিল্পে ওঁর অবদান আগামী কয়েক শতাব্দী ধরে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।” তিনি জানান, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, পরিকাঠামো, পর্যটন ও কৃষি এই সব ক্ষেত্রে রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তার বিস্তারিত তথ্যই রিপোর্ট কার্ডে তুলে ধরা হয়েছে বর্ষীয়ান অভিনেতার হাতে । কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, গত পাঁচ বছরে রাজ্য সরকারকে প্রবল আর্থিক চাপের মধ্যে কাজ করতে হয়েছে। বিচারবিভাগের একাংশ ও কেন্দ্রীয় সংস্থাগুলিকে বাংলার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং রাজ্যের ন্যায্য প্রাপ্য মেটানো হয়নি। তাঁর দাবি, কেন্দ্র প্রায় দুই লক্ষ কোটি টাকার তহবিল আটকে রেখেছে। তবুও রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প সফলভাবে রূপায়ণ করেছে এবং পরিকাঠামোগত উন্নয়নের কাজ থেমে থাকেনি। '৮৪ মৃত্যু’তে কমিশনের বিরুদ্ধে সরব মমতা, বিজেপির বিরাট ষড়যন্ত্র ফাঁস করলেন মুখ্যমন্ত্রী এদিন সিপিআই(এম)-কেও কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বাম আমলে সরকারি কর্মচারীরা নিয়মিত বেতন পেতেন না, অথচ সেই সময় বর্তমানের মতো আর্থিক বঞ্চনার পরিস্থিতি ছিল না। বর্তমানে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। অভিষেক স্পষ্ট করেন, রঞ্জিত মল্লিকের সঙ্গে তাঁর কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। রাজ্য সরকারের বৈপ্লবিক প্রকল্প ও উন্নয়নমূলক কাজের কথাই তিনি অভিনেতাকে জানিয়েছেন। তাঁর কথায়, রঞ্জিত মল্লিক রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তৃণমূল কংগ্রেসের দাবি, কেন্দ্রের বাধা সত্ত্বেও বাংলার উন্নয়ন থামেনি। সেই সাফল্যের কথাই ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচির মাধ্যমে গলি-মহল্লা থেকে গ্রাম-শহর সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তৃণমূল তাদের উন্নয়নের দাবিকে আরও জোরালো করে তুলতে চাইছে। Dev: “বয়স্কদের হয়রানি নয়, ভোটার অধিকার সুরক্ষিত হোক”, SIR শুনানিতে গিয়ে আর্জি দেবের
JEE Exam: নেতাজির জন্মদিনে পরীক্ষার ‘ডেট’, ফের কেন্দ্র-রাজ্য সংঘাত
ইতিমধ্যেই আপত্তির কথা জানানো হয়েছে। কীভাবে নেতাজির জন্মদিনে পরীক্ষা? প্রশ্ন তুলে NTA-কে চিঠি দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, সেই দিনই পরীক্ষা ঘিরে সংঘাত তুঙ্গে।
দিশা পাটানির প্রেমিক HIV আক্রান্ত! ‘সাবধান, রাতে কার শয্যাসঙ্গীনী হচ্ছ’, সতর্ক করলেন প্রাক্তন
দিশা-তালবিন্দরের 'মাখামাখি' যখন 'টক অফ দ্য টাউন', ঠিক তখনই নেটভুবনে বোমা ফাটালেন গায়কের প্রাক্তন প্রেমিকা সোনি কৌর। দিশাকে সতর্ক করে কী বললেন তিনি?
বিজেপি বিধায়কের মুখে গালিগালাজ, ভাইরাল ভিডিও, থানায় অভিযোগ আতঙ্কিত যুবকের
বিজেপি বিধায়কের এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
জুবিনের মৃত্যুতে নয়া মোড়, আদালতে বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের
হোটেল থেকে মদের বোতলও বাজেয়াপ্ত করা হয়েছে।
বারাসাতের পর এবার নিপার তান্ডব বর্ধমানেও! তোলপাড় ফেলা ঘটনায় জারি চূড়ান্ত সতর্কতা
বাদুড়বাহিত মারণ ভাইরাস ‘নিপা’ বাংলায় থাবা বসানোয় রাজ্যজুড়ে উদ্বেগ বেড়েছে। এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনও নির্দিষ্ট প্রতিষেধক না থাকায় স্বাস্থ্য দফতর সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। নিপা ভাইরাসে আক্রান্ত পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের এক তরুণী নার্স বর্তমানে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতেই নড়েচড়ে বসে জেলা ও রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই নার্সের সংস্পর্শে আসা সকলের খোঁজ শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে বর্ধমান মেডিক্যাল কলেজ ও কাটোয়া মহকুমা হাসপাতালের অন্তত ১০ জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুল্যান্স চালক-সহ মোট ৬০ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের সকলকে আগামী ১৪ থেকে ২১ দিন বাড়িতে নিভৃতবাসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে অন্তত ৩০ জনের নমুনা সংগ্রহ করে কল্যাণীর এইমসে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। '৮৪ মৃত্যু’তে কমিশনের বিরুদ্ধে সরব মমতা, বিজেপির বিরাট ষড়যন্ত্র ফাঁস করলেন মুখ্যমন্ত্রী বর্ধমান মেডিক্যাল সূত্রে খবর, শনাক্ত হওয়াদের মধ্যে বর্ধমান মেডিক্যালের এক স্বাস্থ্যকর্মী রয়েছেন, যাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। তাঁকে ছুটি দিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বর্ধমান মেডিক্যালের এক নার্সের শরীরেও নিপা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছে। তাঁকে বুধবার মেমারি থেকে বর্ধমান মেডিক্যালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। এই দুই জনের সংস্পর্শে আসা আরও ১২ জনকে নিভৃতবাসে পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এদিকে জেলা স্বাস্থ্য দফতরের একটি দল কাটোয়া মহকুমা হাসপাতালে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। একই সঙ্গে মঙ্গলকোটের ওই আক্রান্ত নার্সের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, তাঁদের শনাক্ত করার কাজও চলছে। যদিও স্বাস্থ্য দফতরের টিম এক্ষেত্রে সব তথ্য সংগ্রহে এখনও পুরোপুরি সফল না হওয়ায় পুলিশকে বিষয়টি তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নিপা আক্রান্ত ওই তরুণী বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মা মঙ্গলকোটের একজন স্বাস্থ্যকর্মী। তিনি জানান, গত ২৫ ডিসেম্বর থেকে মেয়ের শরীর খারাপ হতে শুরু করলেও ৩০ ডিসেম্বর পর্যন্ত সে কাজে যোগ দিয়েছিল। পরীক্ষার কারণে এক দিনের জন্য বাড়ি এলেও পরে ফের বারাসাতে ফিরে যায়। সেখানে ফের জ্বরে আক্রান্ত হলে ২ জানুয়ারি সে বাড়ি ফিরে আসে এবং কাটোয়ায় চিকিৎসকের কাছে দেখানো হয়। ওই দিনই বাড়িতে অজ্ঞান হয়ে পড়ায় পরদিন সকালে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যাল হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন। Dev: “বয়স্কদের হয়রানি নয়, ভোটার অধিকার সুরক্ষিত হোক”, SIR শুনানিতে গিয়ে আর্জি দেবের অন্যদিকে, আক্রান্ত নার্সের প্রতিবেশীদের দাবি, তাঁর অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার পরদিন সকালেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ফলে গ্রামবাসীদের কারও সঙ্গে তাঁর সংস্পর্শে আসার সুযোগ হয়নি। তবে রাজ্য স্বাস্থ্য দফতর আক্রান্তের সংস্পর্শে আসা সকলের তালিকা তৈরিতে জোর দেওয়ায় জেলা স্বাস্থ্য দফতর ব্যাপক তৎপরতা শুরু করেছে। ইতিমধ্যেই বর্ধমান মেডিক্যালের ৮ জন চিকিৎসক, কয়েকজন নার্স, সিসিইউ টেকনিশিয়ান ও কর্মী মিলিয়ে মোট ৩৮ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। এছাড়াও কাটোয়া মহকুমা হাসপাতালের ২ জন চিকিৎসক, ৬ জন স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুল্যান্স চালক এবং আক্রান্ত তরুণীর মা, বাবা ও ভাইয়ের নাম ওই তালিকায় রয়েছে। স্বাস্থ্য দফতর আরও জানতে পেরেছে, আক্রান্ত তরুণী গত ১৫ ডিসেম্বর নদিয়ার কৃষ্ণগঞ্জে একটি অনুষ্ঠানবাড়িতে উপস্থিত ছিলেন। সেখানে তাঁর সংস্পর্শে আসা আরও ১৩ জনকেও শনাক্ত করা হয়েছে। গোটা তালিকা ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে পাঠানো হয়েছে। West Bengal News Live Updates:'এবার আদালতেই দেখা হবে', মানহানির নোটিসের জবাব না পেয়ে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দুর পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানান, আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে জমা দেওয়া হয়েছে এবং তাঁদের সবাইকে নিভৃতবাসে থাকতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিদিন ফোন করে নিভৃতবাসে থাকা প্রত্যেকের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে স্বাস্থ্য দফতর।
সরকারি কাজে আর নয়, গান্ধীর ব্যবহার করা দুই শব্দ নিষিদ্ধ করল বিজেপি শাসিত রাজ্যের সরকার
সদ্যই ১০০ দিনের কাজ অর্থাৎ মনরেগা থেকে গান্ধী মুছে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এবার গান্ধীর ব্যবহার করা দুই বহুল প্রচলিত শব্দ মুছে দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি শাসিত হরিয়ানা সরকার।
বাড়াবাড়ি করছে ভারত! চিনা ‘দখলদারি’র প্রতিবাদে নয়াদিল্লি সুর চড়াতেই পালটা দিল বেজিং
লাদাখ অতীত, ভারত-চিন সংঘাতের নতুন কেন্দ্র হয়ে উঠবে শাক্সগাম! সীমান্তের ওই এলাকা ঘিরে ইতিমধ্যেই বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে নয়াদিল্লি এবং বেজিংয়ের মধ্যে।
East Bengal FC Latest News: ফাটল না জাপানি বোমা, শুকনো ধন্যবাদ জানিয়ে ভারত ছাড়লেন হিরোশি?
East Bengal FC: ভারতীয় ফুটবলে 'হিরো' হতে পারলেন না হিরোশি ইবুসুকি (Hiroshi Ibusuki)। গত বছর সেপ্টেম্বর মাসে জাপানের এই ফুটবলারকে ষষ্ঠ বিদেশি হিসেবে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু, টিম ম্যানেজমেন্ট এবং লাল-হলুদ সমর্থকদের প্রত্যাশা একেবারে পূরণ করতে পারেননি তিনি। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, হামিদ আহদাদের পর এবার নাকি হিরোশি ইবুসুকিকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল এফসি। বুধবার (১৪ জানুয়ারি) সেই জল্পনাই যেন আরও বেশি করে মাথাচাড়া দিল। আরও পড়ুন: East Bengal FC Win: 'ধুঁয়াধার' জয় ইস্টবেঙ্গলের, জ্বলে উঠল লাল-হলুদ মশাল শেয়ার করলেন বিমান যাত্রার ছবি আসলে, এদিন হিরোশি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিমান যাত্রার একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ দাবি করতে শুরু করেন, ভারত ছেড়ে এবার পাকাপাকিভাবে ইবুসুকি জাপানে পাড়ি দিলেন। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি তিনি। এমনকী, ইস্টবেঙ্গল ক্লাব-কর্তারাও এই ব্যাপারে কুলুপ এঁটেছেন মুখে। গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে। আরও পড়ুন: East Bengal vs FC Goa, Highlights: সাডেন ডেথে চরম লড়াই, শেষপর্যন্ত হারল ইস্টবেঙ্গল দেখে নিন সেই ছবি: আরও পড়ুন: East Bengal FC News Update: 'অস্কারকে অস্কার দিয়ে বাড়ি পাঠানো উচিত...', ইস্টবেঙ্গলের খেলা দেখে ক্ষুব্ধ রহিম নবি প্রত্যাশা পূরণে ব্যর্থ ইবুসুকি প্রসঙ্গত, গত বছর ১৭ সেপ্টেম্বর রাতে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, হিরোশি ইবুসুকির যোগদানের কথা। কাকতালীয়ভাবে সেটাও ছিল এক বুধবার। ২০২৫-২৬ মরশুমের জন্য ফ্রি ট্রান্সফারে সই করেছিলেন জাপানের এই স্ট্রাইকার। উল্লেখ্য, মশালবাহিনীর প্রাক্তন গ্রিক ফুটবল দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের জায়গায় দলে নেওয়া হয়েছিল হিরোশিকে। কিন্তু, যে কারণে তাঁকে নেওয়া হয়েছিল, সেটাই শেষপর্যন্ত করতে পারেননি ইবুসুকি। সেভাবে গোল করতে পারেননি তিনি। সেকারণে আশা করা হচ্ছে, ক্লাবের পক্ষ থেকে শীঘ্র বিচ্ছেদ ঘোষণা করা হবে। আরও পড়ুন: Hamid Ahadad Departs East Bengal FC: পারিবারিক সমস্যা না আইএসএল অনিশ্চয়তা! আচমকা কেন ইস্টবেঙ্গল ছাড়লেন হামিদ আহদাদ? একনজরে হিরোশির কেরিয়ার ইতিপূর্বে, জাপানের কাশিওয়া রেসল ক্লাবের হয়ে ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন ইবুসুকি। এরপর ২০০৯ সালে তাঁর ইউরোপিয় যাত্রা শুরু হয়। যোগ দেন স্পেনের জিরোনা এফসি ক্লাবে। এর ঠিক ২ বছর পর সেভিলা এফসিতে যোগ দেন তিনি। এরপর আবারও জাপানে ফিরে আসেন। অ্যালবিরেক্স নিগাতা, জেইএফ ইউনাটেড চিবা, শোনান বেলামারে এবং শিমিজ়ু এস-প্লাস ক্লাবের হয়ে খেলেছেন তিনি। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে ৩৪ বছর বয়সি এই জাপানি ফরোয়ার্ড ওয়েস্টার্ন ইউনাইট দলের হয়ে এ-লিগে খেলেছিলেন। কিন্তু, ক্লাবটি ভেঙে যাওয়ার পর দলের প্রত্যেক ফুটবলার এবং হেড কোচকে রিলিজ করে দেওয়া হয়েছিল। এরপরই লাল-হলুদ ব্রিগেডে সই করেন হিরোশি।
কেবল ফিনিশার নন, টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কোনও ভূমিকায় সমানে লড়তে তৈরি রিঙ্কু
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাঁর সুযোগ পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছিল। তবে অবশেষে সুযোগ পেয়েছেন টিম ইন্ডিয়ার এই ফিনিশার। সেই রিঙ্কু কেবল ফিনিশার হিসাবে নন, দলের প্রয়োজনে যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি।
Religious Tattoo Rules: আজকের দিনে উল্কি বা ট্যাটু শুধু ফ্যাশনের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং অনেকের কাছে এটি বিশ্বাস, আবেগ এবং আত্মপরিচয়ের প্রতীক। কেউ নিজের জীবনের গুরুত্বপূর্ণ তারিখ, প্রিয়জনের নাম বা বিশেষ কোনও নকশা শরীরে আঁকান। আবার বহু মানুষ আধ্যাত্মিক অনুভূতি থেকে ঈশ্বর, মন্ত্র বা ধর্মীয় প্রতীক উল্কি করাতে আগ্রহী হন। কিন্তু প্রশ্ন একটাই—ঈশ্বরের উল্কি করানো কি সত্যিই অশুভ? শাস্ত্র ও জ্যোতিষ মতে এর উত্তরটা বেশ জটিল। শাস্ত্র মতে, ঈশ্বর বা ধর্মীয় চিহ্ন অত্যন্ত পবিত্র। সেই কারণেই শরীরের যে কোনও অংশে নির্বিচারে ধর্মীয় উল্কি করানোকে সবসময় শুভ বলা হয় না। আমাদের দৈনন্দিন জীবনে শরীর এমন অনেক কাজের সঙ্গে যুক্ত যেখানে অজান্তেই অপবিত্রতা স্পর্শ করে। শাস্ত্রের ব্যাখ্যায় বলা হয়েছে, ভগবানের নাম, মন্ত্র বা প্রতিমা এমন স্থানে থাকা উচিত যেখানে অসম্মান বা অবহেলার সম্ভাবনা নেই। তাই ধর্মীয় উল্কি করানোর আগে তার অবস্থান, আকৃতি এবং উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষমতে উল্কি জ্যোতিষমতে, হাতের নীচের অংশ, কবজি, পা বা পায়ের পাতা ধর্মীয় উল্কির জন্য অনুপযুক্ত। এই অংশগুলি দিয়ে আমরা মাটি স্পর্শ করি, নানা রকম দৈহিক কাজ করি, ফলে সেখানে দেবতার ছবি বা মন্ত্র থাকলে তা অশ্রদ্ধার শামিল হতে পারে। বিশেষ করে পায়ে ভগবানের উল্কি করাকে অনেক শাস্ত্রেই অশুভ বলে ব্যাখ্যা করা হয়েছে। এতে মানসিক অস্থিরতা, ভাগ্যহানি বা আত্মবিশ্বাসে ঘাটতি আসতে পারে বলে বিশ্বাস করা হয়। আরও পড়ুন- মুখে জন্মদাগ কি অশুভ? পিঠে জন্মচিহ্ন থাকলে কী ইঙ্গিত দেয়, জানুন শরীরের জন্মদাগের গোপন রহস্য! তবে এর অর্থ এই নয় যে শরীরে কখনওই ধর্মীয় উল্কি করা যাবে না। শাস্ত্র মতে, পিঠের ওপরের অংশ, বুকের কাছাকাছি স্থান বা বাহুর ওপরের দিক তুলনামূলকভাবে গ্রহণযোগ্য। এই অংশগুলিতে সাধারণত অপবিত্রতার স্পর্শ কম হয় এবং সম্মানের ভাব বজায় থাকে। তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে—উল্কির নকশা বা চিহ্ন কখনওই বিকৃত করা চলবে না। নিজের মত করে দেবতার অবয়ব বদলে ফেলা বা মন্ত্রের শব্দ পরিবর্তন করলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশ্বাস। আরও পড়ুন- সূর্য দেবতাকে খুশি করতে উত্তরায়ণের দিনে মকর সংক্রান্তির এই ব্রত কথাগুলো অবশ্যই পড়ুন ধর্মীয় মন্ত্রের উল্কির ক্ষেত্রে আরও বেশি সতর্কতা প্রয়োজন। একটি শব্দের ভুল উচ্চারণ বা অক্ষরের সামান্য পরিবর্তনেও মন্ত্রের অর্থ বদলে যেতে পারে। শাস্ত্র মতে, ভুল মন্ত্র উল্কি মানসিক অস্থিরতা, নেতিবাচক শক্তি বা অপ্রত্যাশিত বাধা ডেকে আনতে পারে। তাই যাঁরা মন্ত্রের উল্কি করাতে চান, তাঁদের অবশ্যই অভিজ্ঞ পণ্ডিত বা শাস্ত্রজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আরও পড়ুন- কোন রাশির ভাগ্যে অর্থ, কোন রাশির জীবনে বিদেশযাত্রা? দেখুন আজকের রাশিফল আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল উদ্দেশ্য। শুধুমাত্র ফ্যাশন বা দেখানোর জন্য ধর্মীয় উল্কি করানো শাস্ত্রসম্মত নয়। বিশ্বাস করা হয়, এতে ঈশ্বরের কৃপা পাওয়া যায় না, বরং উল্টো ফল হতে পারে। কিন্তু যদি গভীর ভক্তি, শ্রদ্ধা ও আত্মিক সংযোগ থেকেই কেউ ধর্মীয় উল্কি করান, তাহলে তা মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা বাড়াতে সাহায্য করতে পারে। আরও পড়ুন- এবারের সরস্বতী পুজোয় অঞ্জলির সময় কখন? জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট আধুনিক জীবনে বিজ্ঞান ও বিশ্বাস পাশাপাশি চলে। উল্কি করা চিকিৎসাগত দিক থেকেও নিরাপদ হওয়া প্রয়োজন। তাই ধর্মীয় উল্কি করানোর আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ত্বকের যত্ন এবং অভিজ্ঞ শিল্পী নির্বাচন করা অত্যন্ত জরুরি। কারণ শরীর এবং মন—দু’টিই এখানে সমানভাবে জড়িত। সব মিলিয়ে বলা যায়, ঈশ্বরের উল্কি করানো পুরোপুরি অশুভ নয়, আবার শুভও নয়। শাস্ত্রসম্মত নিয়ম, সঠিক স্থান নির্বাচন, অবিকৃত নকশা এবং খাঁটি ভক্তি—এই চারটি বিষয় মানলে ধর্মীয় উল্কি আত্মিক শান্তি ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিশ্বাস ও শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি—দু’টিকেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
SIR গেরোয় দাম্পত্য! স্ত্রীর হাতে শুনানির নোটিস ধরালেন বিএলও স্বামী, রেগে অগ্নিশর্মা ঘরনি
দেবশংকর চট্টোপাধ্যায় আমগড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ও ছেলেকে নিয়ে থাকেন কাটোয়া শহরের চৌরঙ্গী মোড় এলাকায়। দম্পতি কেতুগ্রাম বিধানসভার ১৬৫ অংশের ভোটার। এই বুথেরই বিএলওর দায়িত্ব পেয়েছেন দেবশংকর।
নন স্টিকে রান্না করছেন? আজই জানুন কত বড় সর্বনাশ হচ্ছে!
নন-স্টিক বাসন সাধারণত PTFE (Polytetrafluoroethylene) নামের এক ধরনের কেমিক্যাল দিয়ে কোটিং করা থাকে, যেটাকে আমরা টেফলন নামেই বেশি চিনি। স্বাভাবিক তাপমাত্রায় এটি মোটামুটি নিরাপদ হলেও সমস্যা শুরু হয় যখন প্যান অতিরিক্ত গরম হয়। গবেষণায় দেখা গিয়েছে, ২৬০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় নন-স্টিক কোটিং ভাঙতে শুরু করে এবং তখন বিষাক্ত গ্যাস বের হতে পারে। যা শ্বাসের সঙ্গে শরীরে ঢুকলে মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, এমনকী, ফ্লু-এর মতো উপসর্গ দেখা দিতে পারে। একে ডাক্তারি ভাষায় বলা হয় “Teflon Flu”। গবেষণায় এ-ও জানা যাচ্ছে যে নন-স্টিক তৈরির সঙ্গে যুক্ত PFOA (Perfluorooctanoic acid) নামের কেমিক্যাল থাকে যা দীর্ঘদিন শরীরে জমে থাকলে লিভার, থাইরয়েড ও হরমোনের ওপর প্রভাব ফেলতে পারে।
Farmers Protest in Europe: ট্রাক্টর নিয়ে রাজধানী অভিযান, বিক্ষোভে বিধ্বস্ত ইউরোপিয়ান ইউনিয়ন
Farmers Protest: ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ফলে ইউরোপ ও লাতিন আমেরিকা, দু'পক্ষেরই রফতানি কমেছে। তাই নিজেদের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে এগিয়ে এসেছে তারা। ইউরোপের হয়ে চুক্তি সই করবে ইউরোপিয়ান কমিশন। লাতিন আমেরিকার হয়ে চুক্তি সই করার কথা মের্কসুর নামে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ব্লকের, এটি একটি স্প্যানিশ অ্যাক্রোনিম।
Sand Stone Smuggling |আড়ালে বালি, পাথর পাচার, শিলতোর্ষায় সিন্ডিকেটচক্রের রমরমা
পলাশবাড়ি: ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত আলিপুরদুয়ার-১ ব্লকের শিলতোর্ষা নদী (Shiltorsha Rive) থেকে বালি, পাথর তোলার বৈধ রয়্যালটি ছিল। কিন্তু ২০২১-এর পর থেকে কখনও ডাম্পিং, কখনও ড্রেজিংয়ের অনুমতি নিয়ে এই নদীর বালি, পাথর তোলা হচ্ছে (Sand Stone Smuggling)। আর ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে মহাসড়কের কাজ শুরু হয়। এজন্য প্রচুর বালি, পাথর ও মাটির প্রয়োজন। […] The post Sand Stone Smuggling | আড়ালে বালি, পাথর পাচার, শিলতোর্ষায় সিন্ডিকেটচক্রের রমরমা appeared first on Uttarbanga Sambad .
চটজলদি সুন্দরী হতে ঘনঘন মেকআপ ব্র্যান্ড বদল? আয়নার সামনে দাঁড়ানোর আগে সাবধান!
আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি বলছে, একটি নতুন ব্র্যান্ডের সঙ্গে মানিয়ে নিতে ত্বকের অন্তত ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগে। তার আগেই ব্র্যান্ড বদলে ফেললে ‘স্কিন ব্যারিয়ার’ ক্ষতিগ্রস্ত হয়।
Calcutta High Court: ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি: ED-র আইনজীবী
Kolkata: আজ অর্থাৎ বুধবার ছিল এই মামলার শুনানি। সেখানে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু হাইকোর্টে যুক্তি দেন,ঘটনার দিনের কোনও নথি বাজেয়াপ্ত করেনি ইডি। যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তৃণমূলের উচিত মমতার বিরুদ্ধে মামলা করা। সেক্ষেত্রে ইডির আইনজীবীরা তাঁদের সমর্থন করবেন।
ক্ষমতার হুঙ্কার! ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চমক
ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চমক, শক্তি প্রদর্শন– হঠকারিতা বা মানসিক ভারসাম্যের অভাব বলে মনে হলেও ভুল নয়।
‘জুবিন মারাত্মক মদ্যপ ছিলেন, লাইফ জ্যাকেট পরতে চাননি’, আদালতে দাবি পুলিশের
সিঙ্গাপুর পুলিশের পক্ষ থেকে বুধবার আদালতে জানানো হয় যে, ভারতীয় গায়ক ও গীতিকার জুবিন গার্গ গত বছরের সেপ্টেম্বরে লাইফ জ্যাকেট ছাড়া সমুদ্রে নামার পর লাজারাস দ্বীপের কাছে ডুবে মারা যান। সে সময় তিনি মারাত্মকভাবে মদ্যপ ছিলেন। তদন্তকারীরা এ ঘটনায় কোনও ধরনের অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাননি। ৫২ বছর বয়সী গার্গ ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মারা যান। তিনি একটি ব্যক্তিগত ইয়ট পার্টিতে যোগ দিতে সিঙ্গাপুরে ছিলেন এবং এর একদিন পরই নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে তার পারফর্ম করার কথা ছিল।
Amal Chowdhury: নিভৃত প্রস্থান, সংক্রান্তিতেই শেষ নিঃশ্বাস ফেললেন ‘মহিষাসুর’ অমলবাবু
যেদিন থেকে মহালয়ার বিশেষ অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় দূরদর্শনে, সেই থেকেই বাঙালির ঘরে ঘরে, পরিচিত হয়ে ওঠেন এক অনন্য চরিত্র- মহিষাসুর। আর এই চরিত্রের রূপকার ছিলেন অভিনেতা অমলকুমার চৌধুরি। তাঁর গম্ভীর দৃষ্টি, ভয়ার্ত মুখভঙ্গি এবং অট্টহাসি আজও অনেকের শৈশব-স্মৃতিকে ঝাঁকুনি দেয়। বাঙালি দর্শকের মনে তিনি স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিলেন ‘অমল অসুর’ নামে। সম্প্রতি পৌষ সংক্রান্তির দিনে ৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন এই অভিনেতা; তাঁর মৃত্যু যেন এক সোনালি অধ্যায়ের অবসান ঘোষণা করল। অশোকনগরের বাসিন্দা অমলবাবুর জীবন কিন্তু সবসময় আলোয় মোড়া ছিল না। একসময় নাট্যচর্চা ও অভিনয়ের প্রতি গভীর টান থেকেই তিনি পর্দায় আসেন, আর প্রথমেই পান মহিষাসুরের মতো শক্তিশালী চরিত্রে অভিনয়ের সুযোগ। Arghya Sen Passed Away: রবীন্দ্রসঙ্গীতের নক্ষত্র অর্ঘ্য সেন আর নেই, শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রীর ছবিঃ শশী ঘোষ পরে তাঁকে দেখা যায় যমরাজ, অসুর সেনাপতি কিংবা অন্যান্য পৌরাণিক ভূমিকায়। টিভির পর্দায় যখন তাঁর উপস্থিতি নেশার মতো ছিল দর্শকের কাছে, তখনই স্থানীয় শিশু-কিশোরদের আঁকা শেখানোর কাজ চালিয়ে যেতেন তিনি। শিল্পচর্চাই ছিল তাঁর জীবনের অবলম্বন। সময়ের স্রোত ধীরে ধীরে তাঁর চারপাশের আলো নিভিয়ে দেয়। স্টুডিয়োপাড়া নতুন মুখের খোঁজে ভাসতে থাকে, আর অমলবাবুর মতো প্রতিভাবান শিল্পীকে যেন ভুলে যায়। ব্যক্তিগত জীবনেও নেমে আসে নিঃসঙ্গতার অন্ধকার। একে একে কাছের মানুষদের হারিয়ে তিনি হয়ে ওঠেন আরও একাকী। টিনের চালের ছোট ঘরে শারীরিক অসুস্থতা, অভাব আর অবহেলা- এই তিনই হয়ে ওঠে তাঁর স্থায়ী সঙ্গী। আঁকার কাজ এবং অল্প কিছু টিউশনেই কোনোরকমে চলছিল তাঁর দিনযাপন। তবুও অশোকনগরের অনেক বাসিন্দা তাঁকে চিনতে পেরে জিজ্ঞাসা করতেন, “এবার মহালয়া কি আপনিই করছেন?” অথচ অমলবাবুর কাছে সেই প্রশ্ন শুনে মন আরও ভারী হয়ে যেত। কারণ তিনি জানতেন, সেই দিন আর ফেরার নয়। Debolinaa Nandy: কেন সায়ককে ফোন? ‘৭৮টা ঘুমের ওষুধ’ বিতর্ক! বাড়ি ফিরেই আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে সরব দেবলীনা ছবিঃ শশী ঘোষ তাঁর মৃত্যু কেবল একজন শিল্পীর প্রয়াণ নয়, বরং স্মরণ করিয়ে দেয়, ক্যামেরার আলো নিভে গেলে, শিল্পীর অস্তিত্বও কীভাবে বিস্মৃত হয়ে পড়ে। তবুও মহালয়ার ভোরে শঙ্খধ্বনি, আর চণ্ডীপাঠের সঙ্গে মিশে থাকা সেই অট্টহাসি প্রজন্মের পর প্রজন্মকে মনে করিয়ে দেবে এক অসাধারণ চরিত্রাভিনেতার নাম- অমল কুমার চৌধুরি, আমাদের অমল অসুর।
আপনি কী সারাদিন সুপার বিজি থাকেন? জানেন তলে তলে কী চলছে ?
American Psychological Association (APA) প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, যারা নিজেকে সব সময় “অত্যন্ত ব্যস্ত” বলে দাবি করেন, তাদের মধ্যে দীর্ঘস্থায়ী মানসিক চাপের প্রবণতা দেখা যায়।অপরদিকে Journal of Occupational Health Psychology-এ প্রকাশিত গবেষণায় দেখা গিয়েছে— একটানা কাজের চাপ মস্তিষ্ককে সারাক্ষণ সতর্ক অবস্থায় রাখে, যার ফলে ঘুমের সমস্যা, স্মৃতিশক্তি দূর্বল হওয়ার মত সমস্যা দেখা দিতে পারে।

6 C