SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

9    C
... ...View News by News Source

সুনীলরা পারেননি, শক্তিশালী ইরানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে ভারত

পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে 'ব্লু কোল্টস'রা।

সংবাদপ্রতিদিন 1 Dec 2025 8:19 am

Ananta Singh: সূর্য সেনের বিপ্লবী সেনাদলের প্রধান, স্বাধীন ভারতেও ৮ বছর কাটিয়েছেন জেলে

Freedom Fighter Ananta Singh: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ইতিহাসে যে ক’জন নায়কের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, অনন্ত সিং তাঁদের অন্যতম। সাহস, সাংগঠনিক দক্ষতা, বুদ্ধিমত্তা এবং বিপ্লবী চেতনার বিরল সমন্বয়ে তিনি উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছিলেন। ১৯০৩ সালের ১ ডিসেম্বর চট্টগ্রামে জন্ম নিয়েছিলেন অনন্ত সিং। শৈশব থেকেই ব্যতিক্রমী মেধা, শারীরিক সক্ষমতা ও নেতৃত্বের ঝলক দেখিয়েছেন তিনি। তাঁর পূর্বপুরুষ আগরা অঞ্চলের বাসিন্দা হলেও তাঁর শৈশব-কৈশোর কাটে চট্টগ্রামেই। খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি দ্রুতই রাজনীতি ও বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। স্কুলে পড়াকালীনই সূর্য সেনের সংস্পর্শে বিদ্যালয়ে পড়াকালীন সময়েই তিনি মাস্টারদা সূর্যসেনের সংস্পর্শে আসেন। সূর্যসেন তাঁর সাহসিকতা ও অদম্য স্পৃহা দেখে তাঁকে অত্যন্ত কাছের সহকর্মীর মর্যাদা দেন। এই সময় থেকেই অনন্ত সিং বিপ্লবীদলে যুক্ত হন এবং নিয়মিত পড়াশোনা কার্যত শেষ হয়ে যায়। তাঁর খেলাধুলা ও শরীরচর্চার অভ্যাস তাঁকে আরও শক্তিশালী করে তোলে এবং পরবর্তী সময়ে বিপ্লবী কাজকর্মে বিশেষভাবে সহায়তা করে। খুব অল্প বয়সেই তিনি রাজনৈতিক আন্দোলনের প্রতি সচেতন হয়ে ওঠেন এবং স্কুলের সহপাঠীদের নেতৃত্ব দিয়ে অসহযোগ আন্দোলনে টেনে আনেন। যদিও তিনি সেই আন্দোলনের ভাবধারার প্রতি সম্পূর্ণ আস্থাশীল ছিলেন না, তবুও ব্রিটিশবিরোধী মনোভাব তখন থেকেই তাঁর মধ্যে দৃঢ়ভাবে জেগে উঠেছিল। আরও পড়ুন- 'সন্ন্যাসী রাজা'র গানে রাধাকান্ত লিখেও তাঁর প্রতিবাদে বদলে শশীকান্ত লিখতে বাধ্য হয়েছিলেন গীতিকার বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি নিজেই বোমা ও কার্তুজ তৈরির কৌশল শিখে ফেলেন। তাঁর তৈরি বোমার ফর্মুলা একসময় অন্য নামে ছড়িয়ে পড়ে এবং সারা বাংলায় বিপ্লবীদের কাজে ব্যবহৃত হয়। অর্থসংস্থানের জন্য আসাম-বেঙ্গল রেলওয়ের অর্থ লুণ্ঠনের ঘটনায় তাঁর দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং পরবর্তীতে কিছুদিন পালিয়ে থাকার পর তিনি ধরা পড়েন। ১৯২৪ সালে আবারও গ্রেফতার হয়ে চার বছরের জেল খাটেন। জেল থেকে বেরিয়ে তিনি বিপ্লবের কৌশল পরিবর্তন করেন এবং ব্যায়ামাগার স্থাপন করে যুবকদের গোপনে বিপ্লবে দীক্ষা দিতে শুরু করেন। তাঁর সংগঠনী ক্ষমতা ও পরিকল্পনা পরবর্তীকালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আরও পড়ুন- চিকিৎসকের পরিচয়ে অভিনয় সত্ত্বাকে ঢাকেননি, জন্মদিনে অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়কে স্মরণ ১৯৩০ সালের ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি ছিলেন অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তি। চারদিনের জন্য চট্টগ্রাম ব্রিটিশ শাসনমুক্ত হয়েছিল—এ ঘটনা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনন্য উদাহরণ। তবে আন্দোলনের এই সাফল্যের পর শাসক পক্ষের চাপে পরিস্থিতি বদলে যায়। অনন্ত সিং চন্দননগরে আশ্রয় নিলেও সহযোদ্ধাদের ওপর নিষ্ঠুর অত্যাচারের খবর তাঁকে গভীরভাবে নাড়া দেয়। তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন, তবে জেলের মধ্যেও তিনি শান্ত ছিলেন না। সুড়ঙ্গ কেটে বোমা ফাটিয়ে জেল উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে তা ধরে ফেলা হয়। এই ঘটনাই ব্রিটিশ সরকারকে আলোচনায় বসতে বাধ্য করেছিল বলে অনেকে মনে করেন। আরও পড়ুন- দৃষ্টিহীন বাঙালি কিশোর কেসি দে কীভাবে হলেন দেশের অপ্রতিদ্বন্দ্বী সুরসাধক? পরবর্তীতে তাঁকে দ্বীপান্তর দণ্ড দিয়ে আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয়। সেখানে তিনি অনশন শুরু করলে জাতীয় নেতাদের হস্তক্ষেপে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। ১৯৪৬ সালে তিনি মুক্তি পান। জেলে থাকার সময়ই তাঁর রাজনৈতিক চিন্তাধারায় বড় পরিবর্তন আসে এবং তিনি সমাজতান্ত্রিক আদর্শে আকৃষ্ট হয়ে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। যদিও তিনি কিছুদিন চলচ্চিত্র ও মোটর ব্যবসাতেও যুক্ত ছিলেন, তবে রাজনৈতিক কারণে স্বাধীন দেশেও তাঁকে আবার দীর্ঘ আট বছর কারাবরণ করতে হয়। আরও পড়ুন- 'পাবনার সন্তান', বাপ্পি লাহিড়ী কীভাবে হয়ে উঠলেন বলিউডের ডিস্কো কিং? অনন্ত সিংয়ের জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত। তাঁর লেখাগুলোতে প্রতিফলিত হয়েছে বিপ্লবের ইতিহাস, চট্টগ্রামের আন্দোলন, সহযোদ্ধাদের স্মৃতি এবং দেশপ্রেমের গভীর অনুভূতি। চট্টগ্রাম যুববিদ্রোহ, অগ্নিগর্ভ চট্টগ্রাম, মাস্টারদা, স্বপ্ন ও সাধনা–সহ তাঁর রচিত গ্রন্থগুলো স্বাধীনতা সংগ্রামের মূল্যবান দলিল হিসেবে বিবেচিত। ১৯৭৯ সালের ২৫ জানুয়ারি তিনি মারা যান।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Dec 2025 8:00 am

LPG Price Cut: সকাল সকাল গুড নিউজ! ডিসেম্বরের ১ তারিখেই কমে গেল LPG সিলিন্ডারের দাম, এবার কত দাম পড়বে?

LPG Cylinder Price: দাম কমল এলপিজি সিলিন্ডারের। একলাফে ১০ টাকা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। আন্তর্জাতিক বাজারের দামের হিসাবেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা কমানো হয়েছে। আজ, ১ ডিসেম্বর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। এবার কত টাকা দাম হল এলপিজি সিলিন্ডারের?

টিভি 9 বাংলা 1 Dec 2025 7:51 am

Kolkata Metro: অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি

পার্পেল লাইন মেট্রো যাত্রীদের জন্য সুখবর! আজ সোমবার, ১ ডিসেম্বর থেকে কলকাতা মেট্রো রেলের পার্পল লাইনে বাড়তে চলেছে মেট্রো পরিষেবা। পাশাপাশি বাড়ছে পরিষেবার সময়ও। মেট্রোর এই বিশেষ উদ্যোগে মাঝেরহাট স্টেশন হয়ে যে সকল যাত্রী নিত্য যাতায়াত করেন তারা বিশেষ ভাবে উপকৃত হতে চলেছেন। আরও পড়ুন- কমিশন-বিজেপিকে একসঙ্গে ধুইয়ে দিলেন অভিষেক, সরাসরি চ্যালেঞ্জে হুঙ্কার ছুঁড়লেন 'যুবরাজ' মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পার্পেল লাইনে প্রতিদিন ৮০টির বদলে মোট ৮৪টি মেট্রো চলবে। তার মধ্যে ৪২টি আপ ও ৪২টি ডাউন। এদিন থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৪০-এ জোকা থেকে মজেরহাট, যা আগে ছিল ৬.৫০ মিনিটে। অন্যদিকে মাজেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.০৩-এ, পূর্বের নির্ধারিত ৭.১৪-র বদলে। শেষ মেট্রো ছাড়ার সময়ও বদল করা হয়েছে। জোকা থেকে মাঝেরহাটের দিকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.০৫-এ, যা আগে ছিল রাত ৮.৩৬ মিনিটে। অপরদিকে মাঝেরহাট থেকে জোকা শেষ মেট্রো মিলবে রাত ৯.২৬-এ, যা আগে ছিল ৮.৫৭ মিনিটে। আরও পড়ুন- চার বছরের মেয়েটার কথাও ভাবল না, পরকীয়ার জেরেই স্বামীকে পরপর কোপ? বুক কাঁপানো খুনে বাংলায় চাঞ্চল্য মেট্রোর তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে নতুন এই সময়সূচি এবং পরিষেবা বৃদ্ধির ফলে শিয়ালদা–বজবজ শাখার যাত্রীরা সকাল ও রাতের ব্যস্ত সময়ে বিশেষভাবে উপকৃত হবেন। তবে, শনিবার পার্পল লাইনে আগের মতোই ৪০টি পরিষেবা চালু থাকবে। ২০ টি আপ ও ২০ টি ডাউন। তবে রবিবার এই রুটে কোনও মেট্রো পরিষেবা চালু থাকবে না বলেও মেট্রোর তরফে জানানো হয়েছে। আরও পড়ুন- দীঘার মুকুটে জুড়ল নয়া পালক, ভ্রমণ প্রিয় বাঙালি হিসাবে এই খবরে গর্ব হবে আপনারও

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Dec 2025 7:50 am

পর্যবেক্ষক দলে থাকা IAS মুরুগানকে নিয়ে বাড়ছে জল্পনা, কেন তাঁকে বাছল কমিশন?

বাংলায় এসআইআর প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে পর্যবেক্ষক দল পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর সেই পর্যবেক্ষক দলে আইএএস সি মুরুগানের থাকা নিয়ে বাড়ছে জল্পনা। কিন্তু, হঠাৎ আইএএস মুরুগানকে নিয়ে জল্পনা বাড়ার কারণ কী? তাঁকে পর্যবেক্ষক দলে রাখার কারণ কী হতে পারে? সি মুরুগান ২০০৭ ব্যাচের বাংলা ক্যাডারের আইএএস অফিসার। সূত্রের খবর, এই সি মুরুগানের সঙ্গে নবান্নের একটা দূরত্ব রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সংঘাতও তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। একসময় রাজ্যে পরিবহণ দফতরের দায়িত্ব সামলেছেন। সেইসময় বেলতলায় পরিবহণ দফতরের অফিসে দালালরাজ বন্ধ করতে তিনি সক্রিয় হয়েছিলেন। তারপরই নবান্নের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। এখন সেই আইএএস অফিসারকেই বাংলায় পর্যবেক্ষক দলের সদস্য করার কারণ নিয়ে বাড়ছে জল্পনা।

টিভি 9 বাংলা 1 Dec 2025 7:44 am

Virat Kohli vs Sachin Tendulkar: রাঁচিতে আগুন ব্যাটিং কিং কোহলির, চুরমার করবেন শচীনের এই ভয়ঙ্কর রেকর্ড?

Virat Kohli: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে (IND vs SA) ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ১৭ রানে জয়লাভ করেছে। তবে এই জয়ের পিছনে টিম ইন্ডিয়ার সুপারস্টার ব্যাটার বিরাট কোহলির অবদান অনস্বীকার্য। এই ম্য়াচে তিনি দমদার ব্যাটিং পারফরম্য়ান্স করলেন। মাঠের চারদিকে শট হাঁকালেন। আফ্রিকান বোলারদের কার্যত কচুকাটা করেন। অনেকদিন পর আবারও বিরাটের ব্যাটিংয়ে সেই পুরনো ঝাঁঝ দেখতে পাওয়া গেল। এই ম্যাচে তিনি টিম ইন্ডিয়াকে ১৩৫ রানের ইনিংস উপহার দেন। আর সেকারণে টিম ইন্ডিয়া ৩৪৯ রানে বিশাল স্কোর খাড়া করে। Ind vs SA Highlights, 1st ODI: প্রশংসনীয় লড়াই আফ্রিকার, শেষপর্যন্ত জিতল টিম ইন্ডিয়া ওয়ানডে ক্রিকেটে ১৪,০০০ রান পূরণ করলেন কোহলি ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড আপাতত শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) দখলে রয়েছে। 'ক্রিকেটের ঈশ্বর' ওয়ানডে ফরম্য়াটে ১৮,৪২৬ রান করেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৪৯ শতরান এবং ৯৬ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। অন্যদিকে, বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান কায়েম করলেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনি ৩০৬ ম্য়াচে ১৪,৩৯০ রান করেন। এরমধ্যে ৫২ সেঞ্চুরি এবং ৭৫ হাফসেঞ্চুরি রয়েছে। IND vs SA: সমালোচকদের যোগ্য জবাব Virat Kohli-র, রাঁচিতে হাঁকালেন ধামাকাদার শতরান! গড়লেন ইতিহাস শচীনের রেকর্ড ভাঙতে আর কত রান দরকার? যদি বিরাট কোহলি একদিনের ক্রিকেটে শচীন তেন্ডুলকরের রান স্পর্শ করতে চান, তাহলে আরও একটা বিশ্বরেকর্ড তাঁকে ভাঙতে হবে। সেক্ষেত্রে ওয়ানডে ক্রিকেটে কিং কোহলিকে আরও ৪,০৩৭ রান করতে হবে। তাহলেই শচীনের এই ভয়ঙ্কর রেকর্ড ভাঙতে পারবেন বিরাট। যদিও কাজটা যে খুব একটা সহজ হবে না, তা বলাই বাহুল্য। আপাতত টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন কিং কোহলি। বর্তমানে তিনি ওয়ানডে ক্রিকেটেই মনোসংযোগ করতে চান। IND vs SA Toss Record: খেলা শুরুর আগেই লজ্জার রেকর্ড, অপমানে মুখ লাল অধিনায়ক রাহুলের! ধামাকাদার শতরান হাঁকালেন কিং কোহলি বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে ধামাকাদার ব্যাটিং করেন। তিনি ১২০ বলে মোট ১৩৫ রান করেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ১১ চার এবং ৭ ছক্কা বেরিয়ে আসে। এছাড়া রোহিত শর্মা এবং কেএল রাহুলও শতরান করেছিলেন। আর সেই সুবাদেই টিম ইন্ডিয়ার স্কোর ৩৪৯ রানের চৌকাঠ স্পর্শ করতে পেরেছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Dec 2025 7:30 am

SIR-র জন্য ৭ দিন সময় কেন বাড়াল কমিশন?

এসআইআর ফর্ম বিলি ও ডিজিটাইজেশনের জন্য একমাস সময় পেয়েছিলেন বিএলও-রা। এই নিয়ে সরব হন বিএলও-দের একাংশ। কাজের চাপে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে একাধিক বিএলও-কে। এই পরিস্থিতিতে ফর্ম জমা নেওয়া ও ডিজিটাইজেশনের কাজের জন্য আরও সাতদিন সময় বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ৪ ডিসেম্বরের মধ্যে বিএলও-দের ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হত। এখন সেটা বেড়ে হয়েছে ১১ ডিসেম্বর। আর ৯ ডিসেম্বরের বদলে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১৬ ডিসেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়েছে। কিন্তু, হঠাৎ কেন সাতদিন সময় বাড়াল কমিশন? উত্তর প্রদেশ-সহ একাধিক রাজ্য ফর্ম ডিজিটাইজেশনের কাজে অনেকটা পিছিয়ে রয়েছে। তাছাড়া তামিলনাড়ুতে বন্যা পরিস্থিতির জেরে এসআইআর-র কাজ দ্রুত হচ্ছে না। এই পরিস্থিতিতে ৭ দিন সময় বাড়ানো হল বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

টিভি 9 বাংলা 1 Dec 2025 7:08 am

'৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক

রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এই আবহে আগামী বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে জনসভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তার ঠিক আগেই তৃণমূলকেই চ্যালেঞ্জ ছুঁড়লেন দলীয় বিধায়ক হুমায়ুন কবীর। পাশাপাশি তিনি অভিযোগ করেন, “তৃণমূলই বাবরি মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর স্পষ্ট বলেন, “বাবরি মসজিদ হবেই। শাসকদল আর প্রশাসনের কিছু লোক ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে।” তাঁর দাবি, মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনিক স্তরে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে এই মন্তব্য যে শাসক দলের অস্বস্তি বাড়াচ্ছে তা রাজনৈতিক মহলে স্পষ্ট। কারণ, সম্প্রতি একাধিকবার দলীয় কর্মসূচি থেকেও দূরত্ব বজায় রাখতে দেখা গেছে হুমায়ুনকে। আরও পড়ুন- 'গান পয়েন্ট রেখে ভুয়ো নাম আপলোড করতে বাধ্য করা হচ্ছে', বিস্ফোরক অভিযোগে বোমা ফাটালেন শমীক বাবরি মসজিদ নির্মাণের জন্য শুধু বেলডাঙ্গা নয়। এবার কান্দি বিধানসভা এলাকা থেকেও জমি দেওয়ার প্রস্তাব পেলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার বহরমপুরে সংবাদমাধ্যমের সামনে হুমায়ুন বলেন, “বেলডাঙ্গাতে তৃণমূলের দুই বিধায়ক তাঁকে সহযোগিতা করছেন না। একটি জায়গা জমির মালিককে দিয়ে ঘিরে নিয়েছে। কিন্তু আরও জায়গা রয়েছে সেখানে। ফলে আগামী ৬ ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই।” তবে কান্দি বিধানসভার জীবন্তি গ্রামে এক ব্যক্তি তাকে জমি দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি আজ, সোমবার সেই জমি দেখতে যাবেন তিনি। আগামী ৬ই ডিসেম্বর বাবরি মসজিদের শিল্যান্যাসে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক বলেন, আমি বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির জন্য জায়গা দেখেছিলাম। কিন্তু কিছু মানুষ প্ররোচনায় পড়ে তারা সেই জায়গা মসজিদ নির্মাণের জন্য দিতে রাজি না হওয়ায়, বাবরি মসজিদের জন্য দ্বিতীয় জায়গার প্রস্তাব পাই মুর্শিদাবাদের কান্দি বিধানসভার জীবন্তিতে। তাই আজ, সোমবার বিকেলে কান্দি বিধানসভার জীবন্তিতে মসজিদের জন্য জায়গা দেখতে যাব। আরও পড়ুন- SIR নিয়ে বিরাট আপডেট, বড় সিদ্ধান্ত কমিশনের এদিন হুমায়ুন কবীর আরও বলেন জীবন্তির কিছু মানুষ তাঁদের নিজেদের জায়গা মসজিদ নির্মাণের জন্য দিতে রাজি। তাই সেখানে তিনি যাবেন জায়গা দেখতে। আর আগামী ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস তিনি করবেন এবং প্রায় দু'লক্ষ লোকের সমাগম হবে। এদিকে হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে বিজেপি যেন নতুন অস্ত্র পেয়েছে। বিজেপি অভিযোগ করেছে যে, এর মাধ্যমে “পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে।” রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, “বাবরি মসজিদ নির্মাণ নিয়ে এমন মন্তব্যের উদ্দেশ্যই হল রাজ্যকে “পশ্চিম বাংলাদেশ” বানানোর পথ প্রশস্ত করা। মসজিদটি কোথায় তৈরি হবে তা এখনও স্পষ্ট নয়, তবে মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায় ইতিমধ্যেই “বাবরি মসজিদের সমর্থনে” পোস্টারও দেখা গিয়েছে। আরও পড়ুন- বিরাট লাফ! সোনার দাম বাড়ল ৪হাজার টাকা, জানুন আপনার শহরের আজ হলুদ ধাতুর দর হুমায়ুন কবির বলেন, “মসজিদ নির্মাণ করা আমার সাংবিধানিক অধিকার।” তিনি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে আরও বলেন, “যদি সরকার দুর্গাপুজোয় ক্লাবকে অনুদান দিতে পারে, কার্নিভাল করতে পারে এবং সেগুলো সাংবিধানিক হয়, তাহলে মসজিদ নির্মাণ অসাংবিধানিক কীভাবে?” উল্লেখযোগ্য, গত কয়েক মাস ধরে নিজের দলকে লাগাতার নিশানা করে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। পাশপাশি ২৬-এর নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়ার হুমকিও দিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Dec 2025 7:00 am

Bus Accident: এত তাড়া! যাত্রীদের পরোয়া না করেই ছুটিয়েছিল বাস, উল্টোদিক থেকে এসে মারল আরেক বাস, মৃত্যু ১১ যাত্রীর

TN Bus Accident: যেহেতু দুটি বাসই অত্যন্ত দ্রুতগতিতে আসছিল, তাই ব্রেক কষেও লাভ হয়নি, মুখোমুখি সংঘর্ষ হয় দুই বাসের। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে বাসের একটি অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। মূলত চালকের দিকে যে সকল যাত্রীরা বসেছিলেন, দুর্ঘটনায় তারাই বেশি আহত ও নিহত হয়েছেন।

টিভি 9 বাংলা 1 Dec 2025 6:48 am

Garbeta Sarbamanggala: এই মন্দিরে প্রার্থনা নাকি ব্যর্থ হয় না, জাগ্রত দেবী গড়বেতার সর্বমঙ্গলা

Garbeta Sarbamanggala Temple: গড়বেতার ইতিহাস (History of Garbeta) অনুযায়ী অবিভক্ত মেদিনীপুরের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচীন জনপদ। এই অঞ্চল শুধু ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্যই নয়, বরং ধর্মীয় ঐতিহ্য এবং লোককথার কারণেও আজকের দিনেও সমানভাবে উজ্জ্বল। গড়বেতা তথা বগড়ী অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা, যিনি মা দুর্গারই আরেক রূপ হিসেবে পরিচিত। ভক্তদের কাছে তিনি সিদ্ধিপ্রদায়িনী এবং মনস্কামনা পূরণকারী দেবী হিসেবে বিশেষভাবে খ্যাত। বহু যুগ ধরে এখানে শক্তিপূজা চলে আসছে। মন্দিরকে ঘিরে অজস্র কাহিনি গড়বেতার এই সর্বমঙ্গলা মন্দিরকে নিয়ে রয়েছে অজস্র কাহিনি। স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি অনুসারে এই মন্দিরের বয়স হাজার বছরেরও বেশি। মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর উত্তরমুখী দরজা। সাধারণত অধিকাংশ শক্তিমন্দির পূর্বমুখী বা দক্ষিণমুখী হয়, কিন্তু গড়বেতার দেবী সর্বমঙ্গলার মন্দির উত্তরমুখী হওয়ায় এটিকে বিশেষ শক্তিধাম হিসেবে মানা হয়। এই গঠনশৈলী মন্দিরকে করে তুলেছে বিরল ও রহস্যময়। আরও পড়ুন- বহু অলৌকিক কাহিনির সাক্ষী, ৬০০ বছরের ইতিহাস বসিরহাট সংগ্রামপুর কালীবাড়ির একটি কাহিনি অনুযায়ী, মহারাজা বিক্রমাদিত্যের আমলে এক অতিপরাক্রমশালী যোগী তান্ত্রিক মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আবার অন্য আরেক মত বলে—রাজা স্বপ্নে দেবীকে পেয়ে তাঁর নির্দেশে মন্দিরের মুখ ঘুরিয়ে দেন এবং এখানে তিনিই সিদ্ধিলাভ করেছিলেন। এই উত্তরমুখিতা নিয়ে এখনও বহু গবেষণা ও আলোচনা চলে, কারণ শক্তিপীঠের ক্ষেত্রে এই দিকচয়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরও পড়ুন- উখড়ার ৩০০ বছরের জাগ্রত সন্ন্যাসী কালী, এর অলৌকিক ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে! মন্দিরের ভিতরে দেবী সর্বমঙ্গলার যে মূর্তি পূজিত হয় সেটি কালো পাথর দিয়ে তৈরি। দেবী দশভুজা, সিংহবাহিনী এবং মুখমণ্ডল লালরঙে অলঙ্কৃত। মূর্তিটির মূল খোদাইয়ের ওপর গালা দিয়ে তৈরি মুখাবয়ব দেবীকে জীবন্ত রূপে উপস্থাপন করেছে। বিগ্রহের নাকে বড় নোলক, দীপ্তিময় দীর্ঘ চোখ এবং তাঁর দুই পাশে খোদাই করা অন্নপূর্ণা আর ভৈরবীর মূর্তি, দৃষ্টি আকর্ষণ করে। দেবীর পাশে পঞ্চমুণ্ডির আসন এই মন্দিরের তান্ত্রিক ঐতিহ্যের অন্যতম প্রতীক। কথিত আছে—একসময় এখানে নরবলি হত, পরে ছাগ ও মহিষ বলির প্রচলন ছিল। মল্লরাজ দুর্জন মল্ল বলিদান প্রথা বন্ধ করেন। তাঁর পর থেকে বৈষ্ণব মতে পূজা শুরু হয়। আরও পড়ুন- হাওড়ার ‘সিদ্ধেশ্বরী কালীবাড়ি’, ৩০০ বছরের জাগ্রত মন্দির বড় ভরসা ভক্তদের! সর্বমঙ্গলা মন্দিরে আজও নিত্যপুজো হয় এবং প্রতিবছর দুর্গাপুজো এখানে বিশেষ গুরুত্ব সহকারে পালিত হয়। মেদিনীপুরের অন্যতম প্রাচীন দুর্গাপুজোর স্থান হিসেবে এই মন্দির ভক্তদের আকর্ষণের কেন্দ্র। বিশেষ করে নবমীর দিন মন্দির প্রাঙ্গণে মানুষের ঢল নামে। দেবীকে নিত্য ভোগ দেওয়া হয় এবং বিশেষ দিনে বিশেষ ভোগের রীতি দীর্ঘদিন ধরে প্রচলিত। মকর সংক্রান্তির দিনে দেবীকে পিঠে নিবেদন করা হয়, যা স্থানীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। আরও পড়ুন- ট্যাংরার চিনে-কালীর অদ্ভুত ইতিহাস, জাগ্রত দেবীর প্রতি অগাধ বিশ্বাস ভক্তদের মন্দির প্রাঙ্গণ থেকে অদূরে বয়ে যাওয়া শিলাবতী নদী এই তীর্থস্থানের পরিবেশকে আরও পবিত্র ও মনোরম করে তুলেছে। বহু সন্ন্যাসী, তন্ত্রসাধক এবং ভক্তের বিশ্বাস—শিলাবতীর উত্তর-পশ্চিমগামী প্রবাহ এখানে আচমকা কমে গিয়েছে। সবমিলিয়ে গড়বেতার এই সর্বমঙ্গলা মন্দির আজও তন্ত্রসাধনার এক প্রাচীন কেন্দ্র হিসেবে পরিচিত। আরও পড়ুন- জাগ্রত মন্দির, পূরণ হয় মনস্কামনা, ভক্তদের ভরসা মধ্যমগ্রাম কালীবাড়ি দেশ-বিদেশ থেকে বহু ভক্ত আজও এখানে আসেন মনস্কামনা পূরণের জন্য। বহু মানুষ মানেন যে সর্বমঙ্গলার শক্তি এতটাই জাগ্রত যে তাঁর কাছে করা প্রার্থনা ব্যর্থ হয় না। মন্দিরের নীরবতা, প্রাচীন স্থাপত্য, ভক্তির পরিবেশ এবং শিলাবতীর প্রবাহ—সব মিলিয়ে এই স্থানকে করে তুলেছে অভিনব তীর্থক্ষেত্র। অবিভক্ত মেদিনীপুরের ইতিহাসে সর্বমঙ্গলা মন্দির শুধু ধর্মীয় পরিচয়ের স্থান নয়, বরং জীবন্ত ঐতিহ্য, এক গভীর সংস্কৃতির পরিচয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Dec 2025 6:30 am

Ajker Rashifal Bengali, 01 December 2025: কোন রাশির ভাগ্যের উদয় হবে, কার বা হবে অস্ত, দেখুন আজকের রাশিফল

Ajker Rashifal Bengali, 01 December 2025: সোমবারের শুরুতেই নতুন মাসের প্রথম দিন নিয়ে এসেছে নতুন আশার আলো। আজ ১ ডিসেম্বর ২০২৫ এবং এই দিনে জন্মগ্রহণকারী সকল জাতক-জাতিকার মূল রাশি হবে ধনু। রবি ও বৃহস্পতি আপনার জীবনের মূল নিয়ন্ত্রক গ্রহ হওয়ায় আজ আপনার আত্মবিশ্বাস, সিদ্ধান্তগ্রহণ এবং সামাজিক অবস্থান প্রভাবিত হবে। রবির শক্তিশালী প্রভাবে আজকের দিনের শুভ সংখ্যা ১, ১০, ১৯ এবং ২৮ বিশেষভাবে ফলদায়ক হতে পারে। শুভ রত্ন হিসেবে রুবী ও পোখরাজ আজ আরও সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করবে। মেষ/ Aries রাশিফল Rashifal আজকের শুরুতেই দূরযাত্রা যোগ স্পষ্ট। বিদেশ সম্পর্কিত কাজ বা ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনায় সাময়িক বাধা আসলেও দিনের শেষে পরিস্থিতি উন্নত হতে পারে। ট্রাভেল ও ট্রান্সপোর্ট ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। রাতের দিকে সামাজিক কাজে সম্মান ও স্বীকৃতি পাওয়ার সুযোগ আসবে। শুভ সংখ্যা ৪৬। আরও পড়ুন- বহু অলৌকিক কাহিনির সাক্ষী, ৬০০ বছরের ইতিহাস বসিরহাট সংগ্রামপুর কালীবাড়ির বৃষ/ Taurus রাশিফল Rashifal আজ আয়-রোজগারে উন্নতি হবে। যদিও বড় ভাই-বোনের সঙ্গে সম্পর্ক সামান্য টানাপোড়ন তৈরি করতে পারে। বন্ধুর সঙ্কটে পাশে দাঁড়ালে সুনাম বাড়বে। রাতে বিদেশ থেকে ভালো খবর আসতে পারে। শুভ সংখ্যা ৭১। আরও পড়ুন- উখড়ার ৩০০ বছরের জাগ্রত সন্ন্যাসী কালী, এর অলৌকিক ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে! মিথুন/ Gemini রাশিফল Rashifal কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত রয়েছে, তবে পদস্থ কর্মকর্তার সঙ্গে মতবিরোধ হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। রাতে বন্ধুদের সহযোগিতা আপনাকে এগিয়ে দেবে। শুভ সংখ্যা ৪২। আরও পড়ুন- হাওড়ার ‘সিদ্ধেশ্বরী কালীবাড়ি’, ৩০০ বছরের জাগ্রত মন্দির বড় ভরসা ভক্তদের! কর্কট/ Cancer রাশিফল Rashifal ভাগ্যের উন্নতিতে বাধার সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক কাজে অগ্রগতি হবে। বিদেশযাত্রার পরিকল্পনা স্থগিত রাখতে হতে পারে। রাতের দিকে সামাজিক কাজে সম্মান পাবেন। শুভ সংখ্যা ৮৯। আরও পড়ুন- জাগ্রত মন্দির, পূরণ হয় মনস্কামনা, ভক্তদের ভরসা মধ্যমগ্রাম কালীবাড়ি সিংহ/ Leo রাশিফল Rashifal আর্থিক জটিলতা দেখা দিতে পারে। পাওনাদারের সঙ্গে মতবিরোধ এড়াতে সতর্ক থাকুন। দূরযাত্রায় সাবধানতা জরুরি। রাতে ভাগ্যের উন্নতিতে শুভ সুযোগ তৈরি হবে। শুভ সংখ্যা ৫৩। কন্যা/ Virgo রাশিফল Rashifal অংশীদারি ব্যবসায় সমস্যা বাড়তে পারে। জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য ভোগাবে। রাতে আর্থিক দিক থেকে ইতিবাচক পরিবর্তন আসবে। শুভ সংখ্যা ৯১। তুলা/ Libra রাশিফল Rashifal সহকর্মীদের সঙ্গে কাজের ক্ষেত্রে বিরোধ দেখা দিতে পারে। পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর দিন। দিনের শেষে ব্যবসায় লাভের আশা। শুভ সংখ্যা ৩৯। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal সৃজনশীল কাজে বাধা আসবে। ছাত্র-ছাত্রীদের মনোযোগ ধরে রাখতে হবে। প্রেমজ জীবনে বিরহ বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। রাতে চাপ বাড়বে। শুভ সংখ্যা ৫৮। ধনু/ Sagitarious রাশিফল Rashifal পারিবারিক কাজে ব্যয় বৃদ্ধি পাবে। মায়ের শরীরগত সমস্যা বাড়তে পারে। আত্মীয়-স্বজনের সঙ্গে বিরোধ এড়াতে সতর্ক থাকুন। রাতে সৃজনশীল কাজে প্রশংসা ও সাফল্য পাবেন। শুভ সংখ্যা ৬৭। মকর/ Capricorn রাশিফল Rashifal যোগাযোগজনিত কাজে বাধা আসবে। ভাই-বোনের সঙ্গে মতানৈক্য হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের টানাপোড়ন দেখা দেবে। রাতে আত্মীয়ের আগমনে ঘর জমে উঠবে। শুভ সংখ্যা ৩৮। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal আয় কমে যেতে পারে। খুচরা ব্যবসায় প্রত্যাশিত লাভ কম। গৃহস্থালির কাজে আত্মীয়দের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। রাতে ভালো খবর পেতে পারেন। শুভ সংখ্যা ৩৪। মীন/ Pisces রাশিফল Rashifal মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। রাতে আয় বৃদ্ধি ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আছে। শুভ সংখ্যা ৩৩। আজকের শুভ রং হিসাবে উল্লেখযোগ্য হল হলুদ এবং কমলা। বিশেষজ্ঞ জ্যোতিষ মতে, এই রং পরিধান করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে ও মানসিক স্থিরতা বজায় থাকবে। দিনের গুরুত্বপূর্ণ মঙ্গলমুহূর্ত সকাল ৬টা ৩৫ থেকে ৮টা ০৮, এরপর ৯টা ৩০ থেকে ১১টা ৩৯ পর্যন্ত এবং রাতে ৮টা ০৫ থেকে ১১টা ৩৪ পর্যন্ত বিশেষভাবে কর্মফলদায়ক। পাশাপাশি গভীর রাত ৩টা ১৫ থেকে ৪টা ০৯ পর্যন্ত আধ্যাত্মিক কাজের শুভসময়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Dec 2025 6:00 am

C Murugan: পর্যবেক্ষক দলে থাকা মুরুগান আসলে কে? কেন দূরত্ব নবান্নের সঙ্গে?

Election Commission: ২০০৭ ব্যাচের এই অফিসারের সঙ্গে শাসক দলের দূরত্ব দীর্ঘদিন ধরেই। প্রথমে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত ডিএম হিসেবে কাজে যোগ দেন তিনি। একেবারে জুনিয়র লেভেলের অফিসার ছিলেন মুরুগান। পরে পদোন্নতি হওয়ার পর তিনি পরিবহন দফতরে দায়িত্ব পান তিনি।

টিভি 9 বাংলা 1 Dec 2025 1:12 am

শতবর্ষে ‘জটায়ু’, সত্যজিৎ কেন একমাত্র সন্তোষ দত্তকেই ভেবেছিলেন?

‘লালমোহন গাঙ্গুলি’ বা ‘জটায়ু’ মানেই–সন্তোষ দত্ত।

সংবাদপ্রতিদিন 1 Dec 2025 12:43 am

হুগলির হিন্দুস্তান মোটরসের ৩৯৫ একর জমিতে তৈরি হবে শিল্প, সমীক্ষা শুরু রাজ্যের

সমীক্ষার কাজ শুরু করেছে রাজ্য শিল্পন্নয়ন নিগম।

সংবাদপ্রতিদিন 1 Dec 2025 12:36 am

কেমন কাটবে সপ্তাহের শুরু? জেনে নিন রাশিফল

Horoscope Today on December 01 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।

টিভি 9 বাংলা 1 Dec 2025 12:30 am

India vs South Africa: কাঁটে কা টক্কর! শেষ অবধি লড়েও হার প্রোটিয়াদের, সিরিজে এগোলেন বিরাট-রোহিতরা

IND vs SA, 1st ODI: এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী রইল হাউসফুল রাঁচি। টানটান ম্যাচের রেজাল্ট শেষ ওভার অবধি ঝুলে ছিল। আর শেষ পর্যন্ত হাসি ফুটল ভারতীয় শিবিরে। রবিবার এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকাকে সিরিজের প্রথম ওডিআইতে হারাল টিম ইন্ডিয়া।

টিভি 9 বাংলা 1 Dec 2025 12:28 am

কালান্তার( ০১ ডিসেম্বর ২০২৫ )

কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar

কি পি ই কালান্তর 1 Dec 2025 12:00 am

Suvendu Adhikari: সোমে বিধায়কদের নিয়ে CEO দফতরে যাবেন শুভেন্দু, বড় অভিযোগ বিরোধী দলনেতার

Suvendu Adhikari on SIR: এসআইআর-র সঙ্গে একাধিক কর্মী, অফিসারের বিরুদ্ধে গত কয়েকদিনে বারবার সরব হয়েছেন বিরোধী দলনেতা। বিএলও-দের একাংশ পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তা নিয়ে শুভেন্দুরা অভিযোগ জানাবেন বলে জানা গিয়েছে।

টিভি 9 বাংলা 30 Nov 2025 11:58 pm

Youthful Skin Secret: সকালে ঘুম থেকে উঠেই এটি পান করুন, ত্বক থাকবে তারুণ্যে ভরপুর!

Youthful Skin Secret: সকালে ঘুম থেকে ওঠার পর শরীরের বিপাকক্রিয়া স্বাভাবিকভাবে ধীর থাকে এবং রাতভর কিছু না খাওয়ার কারণে শরীরের অভ্যন্তরীণ হাইড্রেশনও কমে যায়। এইসময় একগ্লাস উষ্ণ বা সাধারণ জল পান করলে শরীর দ্রুত জেগে ওঠে, রক্তসঞ্চালন ভালো হয় এবং ত্বক প্রথম থেকেই পর্যাপ্ত আর্দ্রতা পায়। ত্বকের তারুণ্য বজায় রাখতে এবং বলিরেখা কমাতে হাইড্রেশন কতটা গুরুত্বপূর্ণ তা আমরা অনেকেই জানি না। জল ত্বকের ভিতর থেকে আর্দ্রতা ধরে রাখে, কোষের অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। তবে শুধু জল নয়, এর সঙ্গে যদি ভেজানো বাদামের উপকারিতা যোগ হয়, তবে ত্বকের উজ্জ্বলতা এবং নমনীয়তা (elasticity) আরও বেড়ে যায়। বাদাম এমন একটি সুপারফুড যা প্রাচীনকাল থেকেই সৌন্দর্যচর্চায় এবং স্বাস্থ্যে ব্যবহৃত হয়ে আসছে। ভেজানো বাদামে থাকে প্রচুর ভিটামিন ই, স্বাস্থ্যকর ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ কমানোর উপাদান। ভিটামিন ই ত্বকের জন্য প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করে, ত্বককে দূষণ, ইউভি রে এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায়। যখন আপনি সকালে ভেজানো বাদাম বা তার জল পান করেন, তখন এই সমস্ত পুষ্টি উপাদান শরীরে দ্রুত শোষিত হয় এবং ত্বকের কোষগুলোকে আরও সক্রিয় করে তোলে। এর ফলে ত্বকের রং উজ্জ্বল হয়, বলিরেখা কমে, ত্বক আরও তারুণ্যময় দেখায়। আরও পড়ুন- সিজন চেঞ্জ হতেই ভাইরাল ফিভারের বাড়বাড়ন্ত, এইসব ভেজিটেবল স্যুপে দ্রুত কমবে সর্দি–জ্বর! ত্বকের কোলাজেন স্তর বজায় রাখা তারুণ্য ধরে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। বয়স বাড়ার সাথে সাথে কোলাজেন উৎপাদন কমে যায়, ত্বক ঢিলে হয়ে পড়ে এবং সূক্ষ্ম রেখা দেখা দিতে শুরু করে। ভেজানো বাদামে থাকা ভিটামিন ই কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে, যা ত্বককে টাইট করে এবং দীর্ঘদিন তরুণ রাখে। একইসঙ্গে বাদামের স্বাস্থ্যকর ফ্যাট ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে, ফলে ত্বক শুকিয়ে যাওয়ার প্রবণতা কমে এবং ত্বক নরম, মসৃণ আর উজ্জ্বল থাকে। আরও পড়ুন- দিনে মাত্র ২টি সিগারেটেই দ্বিগুণ বাড়ছে হৃদরোগ, চরম সতর্ক করল গবেষণা! ভেজানো বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরে জমে থাকা টক্সিন বের করতে সাহায্য করে, যা ত্বকের ব্রণ, মুষড়ে পড়া ভাব (dullness) বা রুক্ষভাব কমাতে সহায়ক। শরীর যখন টক্সিনমুক্ত থাকে, তখন ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল এবং গ্লোয়িং দেখায়। অনেক সময় দেখা যায় স্ট্রেস, কম ঘুম বা দূষণের কারণে ত্বক নিস্তেজ হয়ে পড়ে। সকালে ভেজানো বাদামের জল বা বাদাম খেলে এসব প্রভাব দ্রুত কমে এবং ত্বকে ফিরে আসে স্বাভাবিক প্রাণশক্তি। আরও পড়ুন- শীতের দিনে শরীর গরম ও স্বাস্থ্যকর রাখতে কোন ফলের রেসিপি অবশ্যই ট্রাই করবেন? ভেজানো বাদাম প্রদাহ কমাতে বিশেষভাবে পারদর্শী। আমাদের শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহ বেড়ে গেলে তা ত্বকেও ছাপ ফেলে। ত্বক লালচে হয়ে যায়, ব্রণ বাড়ে বা ত্বকের রং নানারকম হয়ে যায়। বাদামের ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড এবং পলিফেনল এই প্রদাহ কমিয়ে ত্বককে শান্ত করে। এতে ব্রণ কমে, র‍্যাশ কমে এবং ত্বকে একটি স্বাস্থ্যকর ব্যালান্স তৈরি হয়। এভাবে নিয়মিত ভেজানো বাদাম খাওয়া দীর্ঘমেয়াদে ত্বকের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে। আরও পড়ুন- মেয়াদ শেষের আগেই আপনার ওষুধ নষ্ট হয়ে যায়নি তো? বুঝবেন কী করে, কীভাবেই বা রাখবেন ঠিকঠাক? ভেজানো বাদামে জল শোষিত হয়ে নরম হয়ে যায়, ফলে এটি সহজপাচ্য হয়ে ওঠে। এতে থাকা ফাইবার হজমশক্তি উন্নত করে, যা ত্বকের ওপরেও ইতিবাচক প্রভাব ফেলে। হজম ভালো না হলে শরীরে বিষাক্ত উপাদান জমতে থাকে এবং তা ত্বকে ব্রণ ও দাগের মাধ্যমে প্রকাশ পায়। তাই সকালে ভেজানো বাদাম খাওয়া শুধু ত্বকের জন্যই নয়, পুরো শরীরের জন্যই উপকারী। এটি শরীরকে ভেতর থেকে পুষ্টি দেয় এবং ত্বকে দীর্ঘমেয়াদি গ্লো বজায় রাখে। ভেজানো বাদাম জল সকালে ভেজানো বাদামের জল নিয়মিত পান করলে শরীর দিনের শুরুতেই প্রয়োজনীয় আর্দ্রতা ও পুষ্টি পায়, যা সারাদিন ত্বকের স্বাস্থ্যে কার্যকর ভূমিকা রাখে। এটি অকাল বার্ধক্যের লক্ষণ কমায়, ব্রণ প্রতিরোধ করে, ত্বকের রঙ উন্নত করে এবং এক কথায় ত্বককে তরুণ, নরম এবং দীপ্তিময় রাখে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 30 Nov 2025 11:53 pm

চলো যাই চলে যাই, দূর বহুদূর…

বিমল দেবনাথ শীত এলে ‘চলো যাই, চলো যাই। চলো যাই চলেযাই, দূর বহুদূর…’ গানটা গুনগুন করে ওঠে মনে। বাউল বাতাসের মতো হারিয়ে যেতে ইচ্ছা করে। যেতে চাইলেই তো যাওয়া যায় না। যাওয়ার আগে ও পরে থাকে অনেক কারণ। কারণ যখন একার থাকে না, অনেকের হয়ে যায়, তখন নজরে আসে। তবে কি একা যাওয়া যায় না? […] The post চলো যাই চলেযাই, দূর বহুদূর… appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 11:53 pm

আড়ালে লুকিয়ে পরাশ্রয়ী জীবনের প্রচ্ছদ

নবনীতা সরকার আমার স্কুল জীবনের একটি গল্প বলি। তখন আমি বালুরঘাটে। সদ্য যোগ দিয়েছি প্রথম চাকরিতে। কত স্বপ্নের ভিতর দিয়ে হেঁটে চলেছি। এইরকমই শীতকাল। খোলা আকাশের নীচে অনন্ত একটা পৃথিবী। ভোর হতেই ঘুম ভাঙা চোখে দেখি চারটে দেওয়াল, একটা সিমেন্ট ঢালাই করা চৌকির ওপরে বিছানা পাতা। তার ওপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি আমি। চারপাশে […] The post আড়ালে লুকিয়ে পরাশ্রয়ী জীবনের প্রচ্ছদ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 11:49 pm

তিন বিমান সংস্থার ৩২৩ উড়ানের সফটঅয়্যার আপডেটের সমস্যা মিটেছে: DGCA

শনিবারই বিমান সংস্থাগুলি এয়ারবাসের উড়ানগুলিতে সফটঅয়্যার আপডেটের প্রয়োজন বলে জানায়।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 11:39 pm

দাদু-ঠাকুমার নাম দিলে কি বাদ যাবে ফর্ম?

SIR in Bengal: ফর্ম বিলি করা ও ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষের পথে। এখনও অনেকের মনে অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। এরই মধ্যে রাজ্য়ে এলেন কমিশনের প্রতিনিধিরা। ইআরও-দের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে কাজ করতে হবে, কীভাবে সমস্যার সমাধান হবে, তা জানানো হয়েছে এদিন।

টিভি 9 বাংলা 30 Nov 2025 11:30 pm

Paschim Medinipur: রাস্তাতে স্বামী-স্ত্রীর ঝগড়া, প্রাণ গেল ৩ মাসের শিশুর

Child died during parents fight: তাঁর সন্তানকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে সালমা খাতুন বলেন, আমার স্বামী আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি রাস্তায় ছিলাম। একজন বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। আমার স্বামী আমার বোনকে ফোন করেছিল। ও আমাকে মারবে বলে ষড়যন্ত্র করেছিল। মদ্যপান করে এসেছিল। ছেলেকে টানাটানি করছিল।

টিভি 9 বাংলা 30 Nov 2025 11:01 pm

Sheikh Hasina Extradition: হাসিনাকে ফেরত না পেলেও আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক, জানালেন উপদেষ্টা

India Bangladesh Tie: বাংলাদেশের সংবাদমাধ্যম 'সময় টিভি'-র প্রতিবেদন অনুযায়ী, এদিন পড়শি দেশের বিদেশ উপদেষ্টা বলেন, 'বাংলাদেশের সঙ্গে বিশ্বের আর সকল দেশের যেমন বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। ঠিক তেমনই ভারতের সঙ্গেও রয়েছে। শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামী।

টিভি 9 বাংলা 30 Nov 2025 10:59 pm

Asansol |রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষার আবহে ঝাড়খণ্ডে অভিযান, ধৃত ২২

রাজা বন্দোপাধ্যায়,আসানসোল: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ১১,৭৪৯ পদে নিয়োগ পরীক্ষার আগে, ঝাড়খণ্ডের একটি জায়গায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১৪ জন পরীক্ষার্থী বলে জানা গেছে। ধৃতদের কাছ থেকে পুলিশ নিয়োগ পরীক্ষার সঙ্গে সম্পর্কিত অসংখ্য নথি এবং কাগজপত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা চার দিন ধরে আত্মগোপন করেছিল বলেও জানা গেছে। উল্লেখ্য, রবিবার […] The post Asansol | রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষার আবহে ঝাড়খণ্ডে অভিযান, ধৃত ২২ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 10:48 pm

India vs South Africa |কোহলি-রোহিতের দাপট! রাঁচীতে প্রোটিয়াদের ১৭ রানে হারাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সাদা বলের ক্রিকেটে জয়ে ফিরল ভারত। লাল বলের ক্রিকেট থেকে ‘সীমিত ওভারের’ (Limited-Over) ফরম্যাটে ফিরতেই চেনা ছন্দে দেখা গেল গোটা দলকে, আর তাতেই রাঁচীর জেএসসিএ স্টেডিয়ামে প্রথম এক দিনের ম্যাচে প্রোটিয়া বধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল ভারতীয় শিবির। ভারতের জয়ের ভিত্তি গড়ে দিলেন দুই অভিজ্ঞ তারকা—বিরাট কোহলি ও রোহিত শর্মা। ব্যাট […] The post India vs South Africa | কোহলি-রোহিতের দাপট! রাঁচীতে প্রোটিয়াদের ১৭ রানে হারাল ভারত appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 10:34 pm

Top 5 Sports News, 30 November: ভারতের জয় থেকে রাসেলের অবসর! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News Highlights: রবিবার (৩০ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অন্যদিকে, ওয়ানডে ফরম্যাটে প্রায় বছর দুয়েক পর ফের শতরান করলেন বিরাট কোহলি। এদিকে আবার আইপিএল টুর্নামেন্ট থেকে অবসর গ্রহণ করলেন আন্দ্রে রাসেল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। ভারতের জয় শেষ হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৭ রানে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজে প্রোটিয়া ব্রিগেডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এই জয় কিছুটা হলেও সেই ক্ষতে মলম লাগাবে। পড়ে নিন বিস্তারিত: Ind vs SA Highlights, 1st ODI: প্রশংসনীয় লড়াই আফ্রিকার, শেষপর্যন্ত জিতল টিম ইন্ডিয়া বিরাটের শতরান রাঁচিতে দেখতে পাওয়া গেল কিং কোহলির 'বিরাট' অবতার। দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে টিম ইন্ডিয়ার এই ব্যাটিং সুপারস্টার ওয়ানডে ক্রিকেটে ৫২তম শতরান হাঁকিয়ে ফেললেন। একটি ফরম্যাটে সর্বাধিক শতরান হাঁকানোর তালিকায় শীর্ষস্থানে উঠে গেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং ডিপার্টমেন্টকে তিনি কার্যত দুরমুশ করলেন। শেষপর্যন্ত ১৩৫ রান করে তিনি মাঠ ছাড়লেন। পড়ে নিন বিস্তারিত: IND vs SA: সমালোচকদের যোগ্য জবাব Virat Kohli-র, রাঁচিতে হাঁকালেন ধামাকাদার শতরান! গড়লেন ইতিহাস রোহিতের রেকর্ড ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে এক অভাবনীয় ইতিহাস কায়েম করলেন। একদিনেক ক্রিকেটে তিনি নয়া 'সিক্সার কিং' হিসেবে নিজের নাম লেখালেন। আর সেইসঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির একচ্ছত্র রাজত্বে 'সার্জিক্যাল স্ট্রাইক' করে দিলেন। ইতিপূর্বে, এই তালিকায় শীর্ষস্থানে নাম ছিল আফ্রিদির। একদিনের ক্রিকেটে সর্বাধিক ছক্কা তাঁর ব্যাট থেকেই বেরিয়ে এসেছিল। পড়ে নিন বিস্তারিত: Rohit Sharma Most Six in ODIs: চুরমার শাহিদ আফ্রিদির রেকর্ড, নিখুঁত 'সার্জিক্যাল স্ট্রাইক' রোহিত শর্মার বর্ধমানে এলেন বীরেন্দ্র সেহওয়াগ আর পাঁচটা দিনের তুলনায় এই রবিবারটা বর্ধমান ক্রিকেট সমর্থকদের কাছে একেবারে আলাদা ছিল। বড় নীলপুরে মালির মাঠে এসেছিলেন 'নজফগড়ের নবাব' বীরেন্দ্র সেহওয়াগ। শুধুমাত্র এলেন বললে ভুল হবে। সমর্থকদের মন মাতিয়ে গেলেন তিনি। একদিকে ক্রিকেট মাঠে গাইলেন গলা খুলে গান। অন্যদিকে, ছোটদের দিলেন গুরুত্বপূর্ণ ক্রিকেট টিপস। সবমিলিয়ে রবিবাসরীয় দুপুরটা যে তিনি একেবারে জমিয়ে দিলেন, তা বলা যেতেই পারে। আর প্রিয় তারকাকে দেখার জন্য কার্যত উপচে পড়ে গোটা বর্ধমান শহর। পড়ে নিন বিস্তারিত: Virender Sehwag in Burdwan: এলেন, দেখলেন, মেহফিল লুটলেন! সেহওয়াগের জন্য বর্ধমানে উপচে পড়ল ভিড় রাসেলের আইপিএল অবসর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল একটি বড়সড় ঘোষণা করলেন। ২০২৬ আইপিএল নিলামের আগেই তিনি জানিয়ে দেন যে এই টুর্নামেন্ট থেকে অবসর গ্রহণ করছেন। আইপিএল টুর্নামেন্টকে অবশেষে বিদায় জানালেন আন্দ্রে রাসেল। ২০১৪ সাল থেকে তিনি কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ KKR-এর হয়ে খেলেন। পড়ে নিন বিস্তারিত: Andre Russell IPL Retirement: কেকেআর সমর্থকদের 'মাথায় বাজ', কেরিয়ারের চরম সিদ্ধান্ত নিলেন আন্দ্রে রাসেল

ইন্ডিয়ান এক্সপ্রেস 30 Nov 2025 10:33 pm

ইন্দ্রজালের বাড়িতে মায়াজাল! বিয়ের পিড়িতে মৌবনী, অতিথি কারা?

হবু জামাইকে কী দিয়ে আশীর্বাদ করলেন জাদুকর?

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 10:33 pm

Chopra |মোবাইল নিয়েই পরীক্ষার হলে! গ্রেপ্তার অভিযুক্ত

চোপড়া: রবিবার পুলিশের নিয়োগ পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষা চলার দরুন চোপড়া থানা এলাকার এক পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল ফোন সমেত এক পরীক্ষার্থীকে হাতেনাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হল। এদিন চোপড়ার কালীগঞ্জ হাইস্কুল কেন্দ্রে এক পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিতে বসে বলে অভিযোগ ওঠে। এরপরেই অভিযুক্ত পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে […] The post Chopra | মোবাইল নিয়েই পরীক্ষার হলে! গ্রেপ্তার অভিযুক্ত appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 10:16 pm

Elephant Death |ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় জখম দ্বিতীয় হাতিটিরও মৃত্যু! মোরাঘাট জঙ্গলে ঠাঁই আরও একটির

ধূপগুড়ি: ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর (Elephant Death) সংখ্যা বেড়ে দাঁড়াল ২। টানা কয়েক ঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়েও বাঁচানো গেল না আহত মাকনা হাতিটিকে। রবিবার ভোরে ধূপগুড়ির খলাইগ্রাম এলাকায় ডাউন লাইনে একটি মালগাড়ির ধাক্কায় তিনটি হাতি আহত হয়। দাঁতাল হাতিটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেকটি মাকনা হাতিটিকে বনদপ্তরের কর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে […] The post Elephant Death | ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় জখম দ্বিতীয় হাতিটিরও মৃত্যু! মোরাঘাট জঙ্গলে ঠাঁই আরও একটির appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 10:15 pm

Burdwan |পুকুর পাড়ে বাইক, জলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দেহ, খুন নাকি দুর্ঘটনা? ধোঁয়াশায় পুলিশ

বর্ধমানঃ সারাদিন খোঁজ না মেলা তৃণমূল পঞ্চায়েত সদস্যের মৃতদেহ মিললো বাড়ির অদূরে রাস্তার ধারের নির্জন কলা বাগান ঘেরা জায়গার একটি পুকুরে। সেই পুকুরের পাশেই পড়েছিল পঞ্চায়েত সদস্য শুভেন্দু মালিকের বাইকটি। আর তাঁর পায়ের চপ্পল জোড়া একেবারে গুছিয়ে রাখা ছিল পুকুরের পাড়ে। রবিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ইটলা গ্রামে তুমুল আলোড়ন […] The post Burdwan | পুকুর পাড়ে বাইক, জলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দেহ, খুন নাকি দুর্ঘটনা? ধোঁয়াশায় পুলিশ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 10:08 pm

Project Cheetah: নতুন বছরের উপহার, বতসোয়ানা থেকে ‘তেজী প্রাণ’ আনছে ভারত

Bowswana Gifts Cheetah to India: নামিবিয়া, দক্ষিণ আফ্রিকার পর এবার বতসোয়ানা। ৮টি চিতাবাঘ নিয়ে আসবে ভারত। এদের প্রত্যেককে রাখা হবে মধ্য প্রদেশের কুনো জাতীয় উদ্যোনে। এই ৮টি চিতার মধ্য়ে দু'টি পুরুষ। ৬টি মহিলা। ইতিমধ্য়ে বতসোয়ানার জঙ্গল থেকে তাদের খাঁচাবন্দি করেছে প্রশাসন।

টিভি 9 বাংলা 30 Nov 2025 10:01 pm

CPIM |শিলিগুড়িতে সেলিম-মীনাক্ষী, জল-জমি-জঙ্গলের সমস্যাকে হাতিয়ার করে কর্পোরেট ধাঁচে প্রচার সিপিএমের

শিলিগুড়ি: জল-জমি-জঙ্গলের সমস্যাকে হাতিয়ার করে মানুষের কাছে যাওয়ার বার্তা সিপিএমের। রবিবার শিলিগুড়ির টিকিয়া পাড়ায় ‘বাংলা বাঁচাও যাত্রা’ সমাবেশ থেকে উত্তরবঙ্গের জল, জমি, জঙ্গল, জীবন বাঁচানোর খসড়া ঘোষণাপত্র ‘উত্তরপত্র’ প্রকাশ করলেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)। এই উত্তরপত্রে কিউআর কোড স্ক্যান করে উত্তরের বিভিন্ন সমস্যা নিয়ে মতামত জানাতে পারবেন সাধারণ মানুষ। পরবর্তীতে সেই […] The post CPIM | শিলিগুড়িতে সেলিম-মীনাক্ষী, জল-জমি-জঙ্গলের সমস্যাকে হাতিয়ার করে কর্পোরেট ধাঁচে প্রচার সিপিএমের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 9:59 pm

Gold Price Surge: ১ হাজার ৩৫৪ টাকা! সোনার লাফে চিন্তায় মধ্যবিত্ত

Gold Price Today: সোমবার এই পাকা সোনার বাটের দাম ছিল প্রায় ১ লক্ষ ২৫ হাজার ৩৪২ টাকা। অর্থাৎ এক সপ্তাহে দাম বাড়ল ১ লক্ষ ৩৫৪ টাকা। কিন্তু এমন নজিরবিহীন বৃদ্ধির কারণটাই বা কী? একাংশের বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার নীতি নির্ধারণ নিয়ে তৈরি হওয়া সম্ভবনার জেরে গোটা বিশ্বজুড়ে সোনার দামে এই রকম প্রভাব পড়েছে।

টিভি 9 বাংলা 30 Nov 2025 9:52 pm

‘গম্ভীর’মুখে হাসি ফোটালেন রোহিত-কোহলি, প্রোটিয়াদের বিরুদ্ধে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু ভারতের

করবিনের হাতে 'বশ' হতে হতে বাঁচল টিম ইন্ডিয়া।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 9:51 pm

Op Sindoor 2.0 |সরে গিয়েছে ৭২টিরও বেশি জঙ্গি লঞ্চপ্যাড, ‘অপারেশন সিঁদুর-২.০’র জন্য প্রস্তুত বিএসএফ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’-এর দরুন সীমান্ত বরাবর জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংসের পর পাকিস্তান ৭২টিরও বেশি জঙ্গি লঞ্চপ্যাডকে সীমান্ত থেকে “গহীন অঞ্চলে” (depth areas) সরিয়ে নিয়ে গিয়েছে! শনিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) উচ্চপদস্থ আধিকারিকরা। তবে নয়াদিল্লি যদি ফের অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয়, তবে শত্রুপক্ষকে চরম আঘাত হানার জন্য বাহিনী […] The post Op Sindoor 2.0 | সরে গিয়েছে ৭২টিরও বেশি জঙ্গি লঞ্চপ্যাড, ‘অপারেশন সিঁদুর-২.০’র জন্য প্রস্তুত বিএসএফ! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 9:44 pm

SIR Asansol |দুই বিধানসভার ভোটার তালিকায় নাম! বিতর্কে সালানপুরের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা  

সালানপুরঃ এসআইআর প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে। রবিবারই এই প্রক্রিয়া আরও সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তারই মধ্যে বিতর্ক তৈরি হল পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ানপুর পঞ্চায়েতের সদস্যা শুক্লা দত্তকে নিয়ে। অভিযোগ, শাসক দলের এই পঞ্চায়েত সদস্যার নামে দুটি এনুমারেশন ফর্ম এসেছে। একটি কাটোয়া ও একটি বারাবনি বিধানসভায়। সেই নিয়ে শুরু […] The post SIR Asansol | দুই বিধানসভার ভোটার তালিকায় নাম! বিতর্কে সালানপুরের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 9:27 pm

কত নাম বাদ গেল? কী হিসেব দিলেন শুভেন্দু

Suvendu Adhikari: শুভেন্দুর দাবি, ঠিকঠাক এসআইআর হলে ১ কোটি ৩০ লক্ষ নাম বাদ যাওয়া উচিৎ ছিল। কিন্তু বাংলায় সঠিকভাবে হচ্ছে না। তবু ১ কোটির কাছাকাছি নাম বাদ পড়বে বলে মনে করা হচ্ছে। ৪১ লক্ষ নাম ইতিমধ্যেই বাদ চলে গিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

টিভি 9 বাংলা 30 Nov 2025 9:02 pm

২৪ ঘণ্টার ব্যবধানে ৭ বার ভয়ংকর বিস্ফোরণ! বিদ্রোহের আগুনে পুড়ছে পাকিস্তানের বালোচিস্তান

কোনও সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 9:00 pm

Suvendu Adhikari: কেন নবান্নে বৈঠকে যেতে পারবেন না? কারণ জানিয়ে স্বরাষ্ট্র সচিবকে চিঠি শুভেন্দুর

Suvendu Adhikari on meeting at Nabanna: চিঠিতে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ তুলে ধরেছেন। বিরোধী দলনেতার দাবি, দুই জনপ্রতিনিধি আক্রান্ত হওয়ার পরও নিশ্চুপ ছিলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বিজেপির দুই নেত্রীর বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে। চিঠিতে শুভেন্দু লিখেছেন, এআই ব্যবহার করে দুই নেত্রীর ছবি বিকৃত করা হয়েছে।

টিভি 9 বাংলা 30 Nov 2025 9:00 pm

Richa Ghosh Latest News: বঙ্গ ক্রিকেটের 'লেডি সুপারস্টার', রিচার এই স্পেশাল রেকর্ডের ব্যাপারে জানতেন?

Richa Ghosh: রিচা ঘোষ। ভারতীয় ক্রিকেটে (Indian Women Cricket Team) এই নামটা আপাতত বেশ পরিচিত। শিলিগুড়ির এই ছোট্ট মেয়েটি ইতিমধ্যে ইতিহাস রচনা করেছেন। মহিলাদের ক্রিকেটে অর্জন করেছেন প্রথম ওয়ানডে বিশ্বকাপ। তবে শুধুমাত্র বিশ্বকাপ বললে বোধহয় ভুল হবে। কারণ, রিচার ঝুলিতে রয়েছে আরও একাধিক সাফল্য। আসুন, সেগুলো নিয়ে আলোচনা করা। এটা ছিল ২০১৩ সালের ঘটনা। ভারতীয় মহিলা ক্রিকেট দল একের পর এক ব্যর্থতায় ক্রমশুম মুখ লুকোতে শুরু করেছে। একই অবস্থা বঙ্গ ক্রিকেটেরও। এমন সময় বাংলা তথা ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী মহিলা পেস বোলার ঝুলন গোস্বামী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কাছে নতুন প্লেয়ার তুলে আনার প্রস্তাব দেন। শুরুর দিকে কিছুটা বাধার সম্মুখীন হতে হলেও, পরবর্তীকালে সেই প্রস্তাবের সম্মতি জানিয়েছিল সিএবি। আর এই নতুন ক্রিকেটার অন্বেষণ করতে গিয়েই খোঁজ পাওয়া যায় রিচা ঘোষের। রিচার সুনাম আজ শুধুমাত্র শিলিগুড়ি কিংবা ভারতীয় ক্রিকেটেই সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বে। টিম ইন্ডিয়ার এই উইকেট কিপার তথা ব্যাটার তাঁর পাওয়ার হিটিংরয়ে জন্য যথেষ্ট সুনাম অর্জন করেছেন। আর এই ব্যাটিং প্রতিভার কারণেই মাত্র ২০ বছর বয়সে তিনি টিম ইন্ডিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিলেন। তারপর বাকিটা ইতিহাস। Richa Ghosh: বিশ্বজয়ী রিচার বাড়িতে হঠাৎ হাজির শুভেন্দু, উপহারের তালিকা দেখে চমকে গেলেন বঙ্গতনয়া শিলিগুড়ি শহরে আলাদা করে কোনও মেয়েদের ক্রিকেটের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ছিল না। সেকারণে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলেই রিচা নিজের প্রতিভা আরও শানিত করেছিল। অবশেষে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় তাঁর। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক খেতাব অর্জন করেন তিনি। Richa Ghosh Latest News: বিশ্বকাপ তো শেষ, এবার কী করবেন রিচা? জানুন হাঁড়ির খবর দেখে নিন রিচার সাফল্যের খতিয়ান: ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১৮ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি। এরপরই রিচাকে নিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনা শুরু হয়ে যায়। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় এবং প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করেন। পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৬ রান করেন। Richa Ghosh: বিশ্বজয়ী রিচার সাফল্যে গর্বিত বাংলা! মুখ্যমন্ত্রীর উপহার, ‘রিচা ক্রিকেট স্টেডিয়াম’ অবশেষে ২০২৫ সাল। মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে একরাশ আসা নিয়ে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রিচা ৯৪ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিলেন। অধিকাংশ ম্যাচেই তিনি বেশ খানিকটা নীচের দিকে ব্যাট করতে নামেন এবং দলের স্কোরবোর্ড যতটা সম্ভব ফিফথ গিয়ারে তোলার চেষ্টা করেন। রিচার এই পারফরমেন্সে গোটা দেশ যে উচ্ছ্বসিত, সেকথা আর আলাদা করে বলার দরকার পড়ে না। Sourav Ganguly on Richa Ghosh: রিচার প্রশংসা করতে গিয়ে বিপাকে সৌরভ! ভুল বুঝছেন সকলে? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টেস্ট ক্রিকেটে রিচা দু'ম্যাচ খেলে ১৫১ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে তিনি খেলেছেন ৫১ ম্যাচ এবং করেছেন ১,১৪৫ রান। এর পাশাপাশি ৬৭ টি-২০ ম্যাচে রিচা মোট ১,০৬৭ রান করেছেন। ফলত, রিচা যে গোটা দেশের গর্ব, সেকথা আর আলাদা করে বলার দরকার নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস 30 Nov 2025 8:57 pm

Dharmendra Emotional Reaction: ধর্মেন্দ্রের নাতির অপমান!, করণকে মাটিতে আছাড় মেরে বলেছিল, “তুই সানি দেওয়ালের ছেলে!” কী এমন হয়েছিল জানেন?

Sunny Deol Son: বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। কিছুদিন আগেই মুম্বইয়ের জুহুতে এই বর্ষীয়ান অভিনেতা ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরিবারের সঙ্গেই কাটিয়েছেন তিনি। পরিবার ছিল তার কাছে ধ্যান জ্ঞান। ধর্মেন্দ্রর কথায় তার ঘরের সকলে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়েছে চিরকাল। এই সংস্কৃতি বংশ পরম্পরায় চলে আসছে। তিনি বলতেন, এই গুণ ছেলে সানি দেওলের মধ্যেও আছে, আর নাতি করণ দেওলের মধ্যেও সেই একই স্বভাব দেখতে পান। কিন্তু করণ বড় হতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। করণ শান্ত নরম স্বভাবের জন্যই ভীষণ কষ্ট পেতে হয়েছে বিশেষ করে স্কুলজীবনে। ২০১৯ সালে দ্য কপিল শর্মা শো-তে এসে করণ সেই কথায় প্রথমবার জানিয়েছিল। খোলাখুলি বলেন যে তিনি স্কুলে প্রায়ই বুলিংয়ের শিকার হতেন। কপিল শর্মা তার স্বভাবসুলভ হাস্যরসে আড্ডা শো জমিয়ে রেখেছিলেন, কিন্তু করণের কথা শোনা মাত্র পরিস্থিতি মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে যায়। Jeet: জন্মদিনে বড়সড় ধামাকা! বিপ্লবী না ডাকাত? কোন রূপে ফিরলেন জিৎ? করণের কথায়, স্কুলে অনেকেই তাঁকে হেয় করে বলত,“তুমি কিছুই করতে পারবে না। তোমার কাজ শুধু বাবার চেক সাইন করা।” এমন ছোট ছোট বিষয়গুলো তার মনে ভীষণভাবে চাপ তৈরি করত। মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে গিয়েছিল সে। এর থেকেও বেশি কষ্টকর ছিল ক্লাস ওয়ানের একটি ঘটনা। করণের ভাষায়, “কিছু বড় ছেলে আমাকে ঘিরে ধরে। একজন আমাকে তুলে আছাড় মারে। তারপর বলে, ‘তুমি নাকি সানি দেওলের ছেলে? তোমার তো লড়াই করার শক্তিই নেই!’ আমি অপমান ভুলতে পারিনি।” এই ঘটনা তার মনে বহুদিন পর্যন্ত চাপ তৈরি করে রেখেছিল। দ্বিতীয়বার মা হচ্ছেন ভারতী সিং, শেয়ার করলেন মাতৃত্বের নতুন ছবি ধর্মেন্দ্র ও নাতির মুখে এই গল্প শোনার পরে ভীষণ কষ্ট পেয়েছিলেন। করণকে বলেছিলেন, “আমি এই ঘটনা আগে তোমার মুখে জানতে পারলে তাদের কয়েকজনকে শায়েস্তা করতাম”, এমনকি আবেগে তিনি আরও বলেন, “এই ঘটনা আমাকে আগে বলল না কেন? ছেলেগুলো এখন কোথায়? আমি খুঁজে বের করব।” ধর্মেন্দ্রর কথাতে স্পষ্ট বোঝা গিয়েছিল, নাতির কষ্ট তিনি মন থেকে নিতে পারেননি। এরপর সময়ের সঙ্গে কারণ নিজেকে বদলাতে থাকে। ভয়কে জয় করতে শিখে যায়। ‘হিউম্যানস অফ বোম্বে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা তাঁর জীবন বদলে দেয়। করণ বলেন, “আমি রাত জেগে র‍্যাপ পারফরম্যান্সের প্রস্তুতি নিয়েছিলাম। স্টেজে উঠেই আমি দেখলাম আমার সামনে অসংখ্য মানুষ আমি ভয় কাটিয়ে তাদের সামনে পারফর্ম করলাম। বছরের পর বছর ধরে জমে থাকা অপমান, সব যেন ওই গানের মধ্যেই বেরিয়ে এলো। দর্শক এত জোরে চিৎকার করছিল, আমি যেন বুঝলাম, আমি পারি। ওই মুহূর্তটা আমাকে পুরো বদলে দেয়।” ২০১৯ সালেই করণ দেওল বলিউডে আনুষ্ঠানিকভাবে পা রাখেন। প্রথম ছবি করেন ‘পল পাল দিল কে পাস’। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সহের বম্বা।

ইন্ডিয়ান এক্সপ্রেস 30 Nov 2025 8:49 pm

Mother’s murder case |মা-কে খুনের ছয় বছর পর ছেলের যাবজ্জীবন, হাড়হিম হত্যার সাক্ষী ছিল কুমারগঞ্জ

বালুরঘাট: প্রথমে দা-এর এলোপাতাড়ি কোপে মাকে খুন। তারপর সেই রক্তমাখা দা নিয়ে গিয়ে সটান থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ। ২০১৯ সালে এমনই এক হাড়হিম হত্যার সাক্ষী থেকেছিল কুমারগঞ্জ গ্রাম। এবার সেই অপরাধের ঘটনায় অভিযুক্ত গিরিশচন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট আদালত। কুমারগঞ্জ থানার কুমারগঞ্জ গ্রামের বাসিন্দা কল্পনা দাস ছেলে গিরিশচন্দ্রের হাতে নির্মমভাবে খুন হয়েছিলেন। তারপর […] The post Mother’s murder case | মা-কে খুনের ছয় বছর পর ছেলের যাবজ্জীবন, হাড়হিম হত্যার সাক্ষী ছিল কুমারগঞ্জ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 8:44 pm

রাজ্যে এন্যুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন বাড়ল ৭ দিন

SIR In WB: আগে ঠিক ছিল ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। ঠিক ছিল ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসবে। এবার তা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। তবে শুধু বাংলা নয়, বাংলার ছাড়া আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একই সময়ে প্রকাশিত হবে খসড়া তালিকা ও চূড়ান্ত তালিকা।

টিভি 9 বাংলা 30 Nov 2025 8:40 pm

Hooghly: দলে দলে বাড়ি ছাড়ছে ভাড়াটিয়া, উঠল বড় অভিযোগ

Hooghly: বিজেপি নেতা গণেশ চক্রবর্তীর অভিযোগ, ওই বাড়িটিতে বাংলাদেশিরা বসবাস করত। এসআইআর আবহে এলাকা ছেড়ে চলে যায় বেশ কিছু মানুষ, যারা ভাঙারি বা ফেরিওয়ালার কাজ করতেন এলাকায়। সব অভিযোগ অস্বীকার করেছেন বাড়ির মালিক।

টিভি 9 বাংলা 30 Nov 2025 8:37 pm

Smoking Risk: দিনে মাত্র ২টি সিগারেটেই দ্বিগুণ বাড়ছে হৃদরোগ, চরম সতর্ক করল গবেষণা!

Smoking Risk: ধূমপানের ক্ষতি সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি, কিন্তু সাম্প্রতিক গবেষণা দেখাচ্ছে যে বাস্তব ক্ষতির মাত্রা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি ভয়াবহ। অনেকেই মনে করেন দিনে মাত্র এক–দু’টি সিগারেট খেলে তেমন ক্ষতি হয় না, অথবা কম সিগারেট খাওয়া মানেই অপেক্ষাকৃত নিরাপদ অভ্যাস। কিন্তু নতুন গবেষণা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই বিশ্বাস সম্পূর্ণ ভুল। কারণ দিনে মাত্র দুই থেকে পাঁচটি সিগারেট খেলেই হৃদরোগের ঝুঁকি দ্বিগুণেরও বেশি বেড়ে যায় এবং মৃত্যুর ঝুঁকি বাড়ে প্রায় ৬০ শতাংশ। অর্থাৎ কম সিগারেট খাওয়ার মধ্যেও মারাত্মক বিপদ লুকিয়ে থাকে। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, ধূমপান সম্পূর্ণ বন্ধ না করলে হৃদযন্ত্র কখনোই আগের অবস্থায় ফিরে যেতে পারে না। এমনকী, প্রথম হার্ট অ্যাটাকের পরও অনেক তরুণ রোগী সিগারেট সম্পূর্ণ ছাড়তে পারেন না। তাঁরা মনে করেন, দিনে একটি বা দুটি সিগারেট খেলে হয়তো ক্ষতি কম হবে এবং ধীরে ধীরে অভ্যাস থেকে বেরিয়ে আসা সহজ হবে। কিন্তু গবেষণার তথ্য বলছে, একটিও সিগারেট নিরাপদ নয়। কারণ দীর্ঘদিনের নিকোটিন জমে থাকা ক্ষতি শরীর থেকে পরিষ্কার হতে সময় নেয় বিশ বছর বা তারও বেশি। আর প্রতিদিন কম পরিমাণে সিগারেট খেলেও সেই ক্ষতির ওপর আবার নতুন ক্ষতি যুক্ত হতে থাকে। আরও পড়ুন- শীতের দিনে শরীর গরম ও স্বাস্থ্যকর রাখতে কোন ফলের রেসিপি অবশ্যই ট্রাই করবেন? নতুন গবেষণাটি দুই দশকেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের তিন লক্ষাধিক প্রাপ্তবয়স্ক মানুষকে পর্যবেক্ষণ করেছে। এতে দেখা গেছে, যাঁরা কখনও ধূমপান করেনি তাঁদের তুলনায় দিনে দুই থেকে পাঁচটি সিগারেট খাওয়া মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ বেশি। মৃত্যুর ঝুঁকি বেড়েছে ৬০ শতাংশ। যাঁরা দিনে ১১ থেকে ১৫টি সিগারেট খাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি আরও বাড়ছে। তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা প্রায় ৮৪ শতাংশ বেশি এবং অকালমৃত্যুর সম্ভাবনা দ্বিগুণেরও বেশি। অর্থাৎ কম ধূমপান কিংবা মাঝারি ধূমপান — কোনো মাত্রাতেই তাঁরা নিরাপদ নন। আরও পড়ুন- মেয়াদ শেষের আগেই আপনার ওষুধ নষ্ট হয়ে যায়নি তো? বুঝবেন কী করে, কীভাবেই বা রাখবেন ঠিকঠাক? গবেষণায় আরও দেখা গেছে, ধূমপান বন্ধ করার পর প্রথম ২০ বছর ঝুঁকি অনেকটাই কম থাকে। তবুও সম্পূর্ণভাবে একজন অ-ধূমপায়ীর সমান স্বাভাবিক অবস্থায় পৌঁছতে সময় লাগে প্রায় ত্রিশ থেকে চল্লিশ বছর। অর্থাৎ আপনি আজ ধূমপান ছাড়লেও শরীরকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য দীর্ঘ সময় লড়াই করতে হয়। এই সময়টিতে রক্তনালির ক্ষতি ধীরে ধীরে ঠিক হয় এবং হৃদযন্ত্র আবার স্বাভাবিক ছন্দে কাজ করতে শেখে। তবে বিপদ কমলেও পুরোপুরি ঝুঁকি খুব তাড়াতাড়ি কাটে না। আরও পড়ুন- স্টেরয়েড না নিলেই চরমে উঠছে হাঁপানির সমস্যা? দুর্দান্ত সমাধান এবার হাতের মুঠোয় ধূমপান কীভাবে হৃদযন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে তার ব্যাখ্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিগারেটের নিকোটিন রক্তকে আঠালো করে তোলে, যার ফলে রক্ত ঘন হয়ে যায় এবং সহজেই জমাট বাঁধতে শুরু করে। এই জমাট রক্ত কখনও হঠাৎ করেই ধমনীতে বাধা তৈরি করতে পারে, যা সরাসরি হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। এছাড়া নিকোটিন রক্তনালির সূক্ষ্ম আস্তরণকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে সেখানে প্রদাহ হয় এবং এই প্রদাহের কারণে ধমনীতে জমে থাকা চর্বি বা প্লাক সহজেই বিচ্ছিন্ন হয়ে মারাত্মক ব্লকেজ তৈরি করতে পারে। একইসঙ্গে নিকোটিন শরীরে অ্যাড্রেনালিনের মাত্রা বাড়িয়ে দেয়, যার কারণে হৃদস্পন্দন বেড়ে যায় এবং রক্তচাপ হঠাৎ করে ওঠানামা করে। এই চাপ হৃদযন্ত্রকে দ্রুত ক্লান্ত করে এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়ায়। আরও পড়ুন- দূষণে শ্বাসকষ্ট বাড়ছে, ফুসফুস সুস্থ রাখবে এই সাধারণ ফল, সবজি সিগারেটের ধোঁয়ায় থাকা কার্বন মনোক্সাইডও সমানভাবে ক্ষতিকারক। এটি রক্তে অক্সিজেন বহনের ক্ষমতা কমিয়ে দেয়, ফলে হৃদযন্ত্রকে একই কাজ করতে আরও বেশি পরিশ্রম করতে হয়। এই বাড়তি চাপ ধমনী ও হার্টকে ধীরে ধীরে দুর্বল করে দেয় এবং দীর্ঘমেয়াদে শরীরের একাধিক অঙ্গের স্থায়ী ক্ষতি করতে পারে। এই ক্ষতি সারাতে বহু বছর সময় লাগে। এমনকী, ধূমপান বন্ধ করার পরও পূর্ণ ক্ষত সারতে কয়েক দশক লেগে যায়। চিকিৎসকদের মতে, ধূমপান কমানো কোনও সমাধান নয়। সমাধান হল, সম্পূর্ণভাবে ধূমপান বন্ধ করা। কারণ যত দ্রুত অভ্যাস ছাড়বেন, তত দ্রুত ঝুঁকি কমবে এবং ভবিষ্যতে সম্ভাব্য হৃদরোগ থেকে অনেকটাই সুরক্ষিত থাকা যাবে। ধূমপান ছাড়ার প্রতিটি দিন আপনার হৃদযন্ত্রকে ধীরে ধীরে সুস্থ হওয়ার একধাপ কাছে নিয়ে যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 30 Nov 2025 8:33 pm

বিশেষ দলের উপর হামলার আশঙ্কা শুভেন্দুর, বড় পদক্ষেপ নেবে কমিশন?

Suvendu Adhikari: কেন্দ্রবিন্দুতে দাপুটে নেতা জাহাঙ্গির খানের নাম। কমিশনের যে বিশেষ টিম ফলতায় পৌঁছেছে, তাঁদের ওপর হামলার আশঙ্কা করছেন শুভেন্দু। জাহাঙ্গির ৩০০ মহিলা জড়ো করেছেন বলে দাবি শুভেন্দুর। সেক্ষেত্রে মাথা পিছু মহিলাদের ৫০০ টাকা দিয়ে হামলার ছক কষেছেন। শুভেন্দুর দাবি, জিপি অফিসের উপরেই ব্যাঙ্কয়েট হলে জড়ো হয়েছেন।

টিভি 9 বাংলা 30 Nov 2025 8:31 pm

পাতার বাহারে সাজাতে চান ঘর? এসব গাছ ভুলেও রাখবেন না

রূপে ভুলবেন না, দেখে নিন মারাত্মক ক্ষতিকারক কোন কোন গাছ।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 8:30 pm

Howrah: বাড়িতে চলছে গৃহপ্রবেশের অনুষ্ঠান, কেবল তারের ওপর ঝুলছে শিশু! ভয়ঙ্কর দৃশ্য, তারপর যা হল…

Howrah: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকারই একটি বহুতলের ফ্ল্যাটে গৃহপ্রবেশের অনুষ্ঠান চলছিল। সেই সময় ঘটে দুর্ঘটনা। ফ্ল্যাটের উপর থেকে কোনওভাবে শিশুটি নীচে পড়ে যায়। বাইরে কেবল টিভির তারের ওপর পড়ে সে। এরপর সেই তার ধরে ঝুলতে থাকে।সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে মুহূর্তের ছবি।

টিভি 9 বাংলা 30 Nov 2025 8:28 pm

মহিলাদের হেনস্তার প্রতিবাদ, স্বর্ণপদকজয়ী জাতীয় স্তরের বডিবিল্ডারকে পিটিয়ে খুন রোহতকে!

অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 8:26 pm

বিয়ের মরশুমে কাছের মানুষকে আইবুড়োভাত খাওয়াবেন? চটজলদি বানিয়ে ফেলুন ভেটকির সুস্বাদু এই পদ

ভেটকির সুস্বাদু পদ কীভাবে বানাবেন? রইল রেসিপি।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 8:26 pm

Bangladeshi: রানাঘাটে গ্রেফতার নোয়াখালির ৩ মহিলা, বাংলাদেশিরা কী করছিলেন?

Bangladeshi Arrest: রানাঘাট জিআরপি খবর পেয়ে ওই তিন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে। আদালত তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।ধৃতদের সঙ্গে এক শিশুও ছিল। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশি নোয়াখালির বাসিন্দা বলে জানা গিয়েছে। তিন মহিলা ভারত বাংলাদেশ সীমান্ত পার করে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে কাকদ্বীপে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।

টিভি 9 বাংলা 30 Nov 2025 8:26 pm

‘যার কথা ফোটেনি, তার সামনে বাকরুদ্ধ…’, মেয়ে সারায়ার সঙ্গে কেমন কাটছে দিন? জানালেন সিদ্ধার্থ

কীভাবে একরত্তির সঙ্গে সময় কাটে জানালেন সিদ্ধার্থ?

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 8:20 pm

শ্রীলঙ্কা ছাড়িয়ে দক্ষিণ ভারতে হানা ‘দিতওয়া’দৈত্যের! অন্ধ্র-তামিলনাড়ুতে প্রবল দুর্যোগ, মৃত ৩

ভারী বৃষ্টি বন্যা পরিস্থিতি তৈরি করেছে নাগপট্টিনম জেলায়।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 8:18 pm

SIR Raiganj |নথি যাচাইয়ে বিএলওর আত্মীয়! এসআইআর-এর কাজে শোরগোল বীরঘই পঞ্চায়েতে

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: নিজের ভগ্নীপতিকে সহকারী বিএলও সাজিয়ে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম থেকে মৃত ভোটারদের নাম বাছাই করছেন বিএলও দীনবন্ধু মণ্ডল। ঘটনাটি রায়গঞ্জের বীরঘই প্রাথমিক স্কুল ক্যাম্পাসের ২৪০ বুথের। শনিবার দুপুর দেড়টা নাগাদ স্কুল ক্যাম্পাসে গিয়ে দেখা গেল, ওই বিএলও একদিকে ফর্ম বাছাই করছেন, অন্যদিকে আরেক ভদ্রলোক ফর্মের উপর লেখালেখি করছেন। বিএলও’র […] The post SIR Raiganj | নথি যাচাইয়ে বিএলওর আত্মীয়! এসআইআর-এর কাজে শোরগোল বীরঘই পঞ্চায়েতে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 8:17 pm

শচীন না কোহলি, ওয়ানডেতে সর্বকালের সেরা কে? গাভাসকর বললেন…

৫২তম সেঞ্চুরিতে শচীনের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 8:14 pm

Chopra |গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশি অভিযান, নেশার ঠেক থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র!

চোপড়া: রবিবার বিকালে চোপড়ার একাধিক জায়গায় নেশার ঠেকে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র, নগদ টাকা ও নেশার সামগ্রী উদ্ধার করল চোপড়া থানার পুলিশ। যদিও এই অভিযানের দরুন কোনও গ্রেপ্তারির খবর পাওয়া যায়নি। এদিন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হাসখারি এলাকায় নেশার সামগ্রী বিক্রির সঙ্গে যুক্ত এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, একাধিক ধারালো অস্ত্র, […] The post Chopra | গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশি অভিযান, নেশার ঠেক থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 8:11 pm

Balurghat |বেহাল ক্লাসরুম, গাছতলাতেই পড়াশোনা

সুবীর মহন্ত, বালুরঘাট: ছাতিমতলায় পড়াশোনা করছে একদল কচিকাঁচা। ক্লাস নিচ্ছেন শিক্ষক৷ আচমকা দেখলে মনে হতেই পারে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন! একটা সময় ছিল যখন ক্লাসঘর, পরিকাঠামোর অভাবে গাছের তলায়, মাটির ভাঙা ঘরে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের মধ্যে শিক্ষাদান ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু পাকা ঘর, স্মার্ট ক্লাসরুম বর্তমানে রাজ্যের বিভিন্ন স্কুলের চেনা ছবি। এই আধুনিকতার যুগে প্রকৃতির মাঝে […] The post Balurghat | বেহাল ক্লাসরুম, গাছতলাতেই পড়াশোনা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 8:04 pm

Suvendu Adhikari: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা: শুভেন্দু

Suvendu Adhikari: বর্তমানে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়া শেষ হয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। আর শুভেন্দুর দাবি, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার সময়েই ভোটও ঘোষণা হবে। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

টিভি 9 বাংলা 30 Nov 2025 8:02 pm

Bangladeshi arrest |তপনে কাঁটাতার কেটে পালাল দুই, ডোমকলে ধৃত ১১ বাংলাদেশি

তপন ও বহরমপুর: দক্ষিণ দিনাজপুরের তপন সীমান্তে কাঁটাতার কেটে বাংলাদেশে পালাল দুই দুষ্কৃতী। শুক্রবার রাতে বিএসএফ ধাওয়া করলেও তাদের ধরতে পারেনি। রাতের অন্ধকারে তপন ব্লকের মল্লিকপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গা-ঢাকা দেয় দুই দুষ্কৃতী। এদিকে, শুক্রবার রাতেই মুর্শিদাবাদের ডোমকল মহকুমার হুরশি এলাকায় সীমানা টপকে ভারতে ঢুকে ধরা পড়ে যায় ১১ অনুপ্রবেশকারীর একটি দল। তাদের জেরা করে […] The post Bangladeshi arrest | তপনে কাঁটাতার কেটে পালাল দুই, ডোমকলে ধৃত ১১ বাংলাদেশি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 7:53 pm

Accident In Tamilnadu |মুখোমুখি সংঘর্ষে দুমড়ে গেল দুটি যাত্রীবাহী বাস! তামিলনাড়ুতে মৃত্যু অন্তত ১০ জনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হল তামিনাড়ুতে। দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। ২০ জন জখম বলে জাা গেছে। শনিবার দুপুর নাগাদ শিবগঙ্গা জেলার কুম্মনগুড়ির রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত আসছে.. The post Accident In Tamilnadu | মুখোমুখি সংঘর্ষে দুমড়ে গেল দুটি যাত্রীবাহী বাস! তামিলনাড়ুতে মৃত্যু অন্তত ১০ জনের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 7:49 pm

রং রুটে আসাই কাল! ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় ২ হাতির মৃত্যু, তরজায় রেল-বনদপ্তর

এলাকাটি হাতি করিডর না হওয়ায় ট্রেন গতিবেগ কমায়নি, দাবি রেলের।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 7:42 pm

ফলতায় মৃত ভোটার নিয়ে বিজেপির দাবি ওড়ালেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক

তথ্য আপলোডের ক্ষেত্রে সার্ভার সমস্যায় পড়তে হচ্ছে, মানলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 7:35 pm

বিধ্বংসী সেঞ্চুরিতে কামব্যাকের লড়াই ঈশানের, মুস্তাক আলিতে ঝড় তুললেন সঞ্জুও

ঝাড়খণ্ড ও কেরলকে জেতালেন দুই অধিনায়ক।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 7:29 pm

Humayun Kabir: ‘সরকারকে খেসারত দিতে হবে, ভোটবাক্সে প্রভাব পড়বে’, ওয়াকফ নিয়ে উলটপুরাণে দলকেই বিঁধলেন হুমায়ুন

Humayun Kabir On Waqf: প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইননের সর্বাত্মক বিরোধিতা করেছিল তৃণমূল। ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে এই নিয়ে এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাচের বোতল আছড়ে ভেঙে ফেলেছিলেন। ডান হাত কেটে রক্তারক্তিকাণ্ড বাধিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

টিভি 9 বাংলা 30 Nov 2025 7:27 pm

Migrant labor |বাংলাদেশি সন্দেহে ওডিশায় আটক বাংলার ৫ পরিযায়ী, প্রতিদিন থানায় হাজিরার নির্দেশ পুলিশের  

রামপুরহাটঃ ফের বাংলাদেশি সন্দেহে আটক বাংলার পরিযায়ী শ্রমিক। একরাত ডিটেনশন ক্যাম্পে থাকার পর রবিবার তাদের শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে। প্রতিদিন তাদের থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগলদিঘী গ্রামের পাঁচ পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে ওডিশার ভদ্রক জেলার আগরপাড়া পুলিশ স্টেশনে। ধৃতরা হলেন মনিরুল […] The post Migrant labor | বাংলাদেশি সন্দেহে ওডিশায় আটক বাংলার ৫ পরিযায়ী, প্রতিদিন থানায় হাজিরার নির্দেশ পুলিশের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 7:24 pm

Explained: ওয়াকফ ‘হ্যাঁ’ রাজ্যের, মুসলিমরা রেগে যাবেন না তো?

Waqf Property in Bengal: কিন্তু এই সব অভিযোগ, বিরোধিতার পরে ওয়াকফ সংশোধনী বিল পরিণত হয়েছে আইনে। তার মাস সাতেক পর সেই আইন মেনে নিয়েছে বাংলা। এই প্রসঙ্গেই বলে রাখা প্রয়োজন, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা উঠেছিল। সমগ্র সংশোধনী নিয়ে আপত্তি জানায়নি শীর্ষ আদালত, বরং কয়েকটি ক্ষেত্রে দেওয়া হয়েছিল আংশিক স্থগিতাদেশ।

টিভি 9 বাংলা 30 Nov 2025 7:15 pm

Anupam Kher-Nasiruddin Shah: অনুপম-নাসিরের বিরাট বাকবিতণ্ডা! কে কার কাছে ক্ষমা চাইলেন?

অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জেএনইউ সফরকে কেন্দ্র করে, অভিনেতা অনুপম খের এবং নাসিরুদ্দিন শাহের মধ্যে ২০২০ সালে প্রকাশ্যে বড় ধরনের বিরোধ তৈরি হয়েছিল। শাহ সে সময় অনুপমের সরকারপন্থী অবস্থানের সমালোচনা করে তার “রক্ত” ও লালনপালন প্রসঙ্গে তীক্ষ্ণ মন্তব্য করেন। পাল্টা খেরও কড়া প্রতিক্রিয়া জানান। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অনুপম খের জানান, সেই ঘটনার পর নাসিরুদ্দিন শাহ তার কাছে ক্ষমা চেয়েছেন। Unfiltered by Samdish-কে দেওয়া সাক্ষাৎকারে খের বলেন, “আমি আজও নাসিরকে অত্যন্ত শ্রদ্ধা করি। যদিও তিনি মাঝে মাঝে আমার সম্পর্কে অযথা কথা বলেন।” এরপর তিনি পরিচালাক এইচডি পাঠকের স্মরণসভায় নাসিরের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করেন। অনুপমের কথায়, আমাদের ওই অনুষ্ঠানে দেখা হয়। তখন তিনি এসে বললেন-‘দুঃখিত রে ভাই!’ তিনি যে এভাবে ক্ষমা চাইবেন আমি ভাবিনি। Aashiqui star Rahul Roy: ব্রেন স্ট্রোকের পর নতুন শুরু? বিয়ের মঞ্চে গিটার হাতে 'আশিকি হিরো' রাহুলের ভিডিও ভাইরাল সেই মুহূর্তের বর্ণনায় খের জানান, “আমরা দেখা করতেই তিনি আমাকে জড়িয়ে ধরেন, কারণ আমিও সবসময় তাকে আলিঙ্গন করতাম। তিনি অভিনয়ে আসতে আমাকে অনুপ্রাণিত করেছেন। তিনি অসাধারণ প্রতিভাধর, বুদ্ধিমান একজন মানুষ, এবং সমান্তরাল সিনেমার সর্বোচ্চ তারকা। তবে মাঝে মাঝে তিনি আমায়, কখনও দিলীপ কুমার বা রাজেশ খান্নাকে টার্গেট করে কিছু তিক্ত মন্তব্য করেন- এটা হতাশাজনক।” কী ঘটেছিল ২০২০ সালে? দ্য ওয়্যার-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ, দীপিকা পাড়ুকোনের জেএনইউ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সাহসের প্রশংসা করেন। একই সময়ে তিনি অনুপম খেরকে কটাক্ষ করে বলেন, “তিনি একজন ক্লাউন... এটা তার রক্তে আছে।” Jeet: জন্মদিনে বড়সড় ধামাকা! বিপ্লবী না ডাকাত? কোন রূপে ফিরলেন জিৎ? শাহর এই মন্তব্যে অনুপম খের ক্ষুব্ধ হয়ে, এক্স-এ পাল্টা লেখেন, “আমি কখনও আপনাকে অপমান করিনি। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, আপনি আপনার জীবন হতাশার মধ্যে কাটিয়েছেন, যদিও আপনি সফল। আপনি যদি দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, শাহরুখ খান কিংবা বিরাট কোহলির সমালোচনা করতে পারেন, তাহলে আমি দারুণ জায়গায় আছি।” তিনি আরও লেখেন, “আপনার মন্তব্যকে কেউই গুরুত্ব দেয় না। এটা আপনি নন, বরং বছরের পর বছর যে সব পদার্থ গ্রহণ করেছেন, সেগুলো আপনার বিচারক্ষমতা নষ্ট করেছে। আমাকে নিয়ে কথা বলে আপনি যদি কিছুদিন শিরোনামে থাকতে পারেন- তাহলে সেটাকে আমি আপনার প্রতি উপহার হিসেবেই দেখব।”

ইন্ডিয়ান এক্সপ্রেস 30 Nov 2025 7:03 pm

জানেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র, কেন এমন সিদ্ধান্ত নেন অভিনেতা?

বলিউডের সূত্র বলে, হেমাকে বিয়ে করার জন্য নাকি নিজের ধর্মও অনায়াসে ত্যাগ করে দেন ধর্মেন্দ্র। হিন্দু বিবাহ আইন অনুযায়ী, যেহেতু বিবাহিত অবস্থায় নারী বা পুরুষ অন্য বিবাহে লিপ্ত হতে পারেন না, সেই কারণে ওঁরা নাকি ধর্মই পাল্টে ফেলেছিলেন রাতারাতি। গ্রহণ করেছিলেন ইসলাম!

টিভি 9 বাংলা 30 Nov 2025 6:59 pm

Gazole |‘সিএএ-এর মাধ্যমে নাগরিকত্ব…’, ধর্মীয় শরণার্থীদের সাহায্যের আশ্বাস বিজেপির!

গাজোল: এসআইআর প্রক্রিয়ার দরুন ভোটার লিস্টে নাম তুলতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট আতঙ্কে ছিলেন ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু এবং শরণার্থীরা। বর্তমানে গাজোল বিধানসভা কেন্দ্রে যে পরিমাণ শরণার্থী, উদ্বাস্তু বা ধর্মীয় উৎপীড়নের কারণে ওপার বাংলা থেকে আসা মানুষজন রয়েছেন, তাঁদের অনেকেরই ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই। তবে তাঁদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই […] The post Gazole | ‘সিএএ-এর মাধ্যমে নাগরিকত্ব…’, ধর্মীয় শরণার্থীদের সাহায্যের আশ্বাস বিজেপির! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 6:53 pm

Fraud Case: পুলিশের পরীক্ষায় বড় প্রতারণাচক্রের পর্দাফাঁস, ধৃত ৭

Fraud Case: সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষা সংক্রান্ত প্রতারণার সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রের দাবি।এছাড়াও, এই চক্রের সঙ্গে যোগাযোগ রাখা প্রায় ৩০ জন পরীক্ষার্থীকে ওই গেস্ট হাউসেই নজরবন্দি করে রেখেছে পুলিশ। ধৃতদের কাঁথি আদালতে পেশ করা হবে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ।

টিভি 9 বাংলা 30 Nov 2025 6:50 pm

Maoist Surrender: কমান্ডরদের হারিয়ে ‘মরচে ধরেছে’ সংগঠনে, একযোগে আত্মসমর্পণ ৩৭ মাওবাদীর

Maoist Surrender in Chhattisgarh: সপ্তাহ পেরতে পারেনি। তার আগেই চিঠিতে দেওয়া প্রতিশ্রতি পূরণ করল মাওবাদীরা। রবিবার ছত্তীসগঢ়ে একযোগে আত্মসমর্পণ করল ৩৭ জন মাওবাদী। দন্তেওয়াড়া জেলায় সিআরপিএফ এবং পুলিশের শীর্ষ কর্তাদের কাছে আত্মসমর্পণ করেছেন তাঁরা। যাঁদের মধ্য়ে ১২ জন মহিলাও রয়েছেন।

টিভি 9 বাংলা 30 Nov 2025 6:49 pm

‘এর নাম মিডিয়া? আমার বাবাও সাংবাদিক ছিলেন’, পাপারাজ্জিদের উপর ফের খেপলেন জয়া

পাপারাজ্জিদের সঙ্গে জয়ার একপ্রকার আদায়-কাঁচকলায় সম্পর্ক তা বললেও ভুল হবে না।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 6:48 pm

‘অবৈধবাসী’ধরিয়ে দিলেই মাসভর অফুরন্ত বিয়ার! সুরাপায়ীদের জন্য বিশেষ অফার মার্কিন বারের

অভিনব অফার নজরে পড়তেই প্রতিক্রিয়া দিল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 6:46 pm

বাবা-মেয়ের চিরন্তন গল্পে নজরকাড়া রুক্মিণী-চিরঞ্জিৎ, কেমন হল ‘হাঁটি হাঁটি পা পা’?

ছবির ভাবনা ভালো, তবে মেলোড্রামা কিছুটা এড়ানো যেত।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 6:32 pm

বৃদ্ধ বাবাকে বেধড়ক পিটিয়ে আইসিইউতে পাঠাল ‘গুণধর’দুই ছেলে! ‘খুনের চেষ্টা’র মামলা পুলিশের

অভিযুক্তদের দাবি, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে পড়ে গিয়ে এই ঘটনা।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 6:31 pm

SIR আবহে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী, আগামী মাসে রাসমেলা মাঠে জনসভা

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 6:27 pm

Tarique Rahman: তারেককে ‘ওয়ান টাইম পাস’ দিতে তৈরি ইউনূস সরকার, ফিরতে রাজি খালেদা পুত্র?

Why Tarique Staying Away: অবশ্য তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনও আপত্তি নেই বলেই জানিয়েছিলেন প্রেস সচিব শফিকুল ইসলাম। শনিবার রাতে নিজের সমাজমাধ্যমে তিনি লেখেন, 'তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। সরকারের তরফে এ বিষয়ে কোনও বাধা বা আপত্তি নেই।'

টিভি 9 বাংলা 30 Nov 2025 6:17 pm

অমর প্রেম! ভিন্ন জাতে সম্পর্কের ‘দোষে’তরুণকে পিটিয়ে ‘খুন’, শ্মশানে সিঁদুর-শপথ তরুণীর

তরুণকে পিটিয়ে, মাথা থেঁতলে, গুলি করে খুন করা হয়।

সংবাদপ্রতিদিন 30 Nov 2025 6:16 pm

Purba Bardhaman: নিখোঁজ তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের দেহ পড়ে পুকুরে, বাড়ছে রহস্য

TMC Gram Panchayat member: স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার থেকে খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ও তৃণমূল কর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এদিন ইটলা এলাকার ছানা পট্টি মোড়ে একটি পুকুরের ধারে বাইক পড়ে থাকতে দেখা যায়। বাইকটি দেখে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা। গাড়িটি শুভেন্দু মালিকের বলে একজন জানান।

টিভি 9 বাংলা 30 Nov 2025 6:13 pm

Coimbatore |‘বিশ্বাসঘাতকতার মূল্য মৃত্যু…’, স্ত্রীর দেহ পাশে রেখে সেলফি খুনি স্বামীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেহের বশবর্তী হয়ে নিজের স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করার পর তাঁর দেহের পাশে বসে একটি চাঞ্চল্যকর সেলফি তুললেন এক ব্যক্তি। শুধু তাই নয়, ছবিটি সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, “বিশ্বাসঘাতকতার মূল্য মৃত্যু।” এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কোয়েম্বাটোরে। রত্নপুরী থানার পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ […] The post Coimbatore | ‘বিশ্বাসঘাতকতার মূল্য মৃত্যু…’, স্ত্রীর দেহ পাশে রেখে সেলফি খুনি স্বামীর! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 30 Nov 2025 6:04 pm