SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

Sania Mirza |সমাজমাধ্যমকে বেশি গুরুত্ব নয়, রিচাকে পরামর্শ সানিয়ার

বেঙ্গালুরু: রিচাকে সমাজমাধ্যমের সমালোচনাকে পাত্তা না দেওয়ার পরামর্শ দিলেন সানিয়া মির্জা। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা ও বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া রিচা ঘোষ। সেখানেই ছয়বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা বলেছেন, ‘রিচার বয়স কম। বর্তমান সময়ে ওকে ইলেক্ট্রনিক মিডিয়ার পাশাপাশি সমাজমাধ্যমেরও মুখোমুখি হতে হবে। রিচাকে একটাই কথা বলব, এই চাপ সামলে নিজের খেলায় […] The post Sania Mirza | সমাজমাধ্যমকে বেশি গুরুত্ব নয়, রিচাকে পরামর্শ সানিয়ার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 4:58 pm

Karnataka |ভারতীয় নৌবাহিনীর ‘সংবেদনশীল তথ্য’ ফাঁস! পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ২

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য ফাঁস (Navy)। পাকিস্তানের (Pakistan) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কর্ণাটকের উদুপি থেকে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ (Karnataka)। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রোহিত (২৯) এবং সানত্রী (৩৭)। ধৃতরা উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা। অভিযোগ, কেরলের কোচিন শিপইয়ার্ডে কাজ করার সময় ভারতীয় নৌসেনার বিভিন্ন সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাচার করতেন রোহিত। হোয়াটসঅ্যাপের মাধ্যমে […] The post Karnataka | ভারতীয় নৌবাহিনীর ‘সংবেদনশীল তথ্য’ ফাঁস! পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ২ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 4:55 pm

Credit Score: লোন নিয়ে বিয়ে করলে বৃদ্ধি পায় ক্রেডিট স্কোর?

Credit Score and Wedding Loan: ঠিক করে সামাল দিতে পারলে এই ধরনের পার্সোনাল লোন আপনার ক্রেডিট স্কোরকে আরও বাড়িয়ে দিতে পারে। তবে সেই ক্ষেত্রে নিয়মিত পরিশোধের অভ্যাস ও ক্রেডিট মিশ্রণে বৈচিত্র্রের মতো কয়েকটি বিষয়ে নজর দিতে হবে আপনাকে।

টিভি 9 বাংলা 22 Nov 2025 4:53 pm

SIR in Bengal: শিলিগুড়ি ডাবগ্রামে বাংলাদেশিদের রমরমা? ফর্ম আনতে গিয়ে উদ্বিগ্ন বিএলও-রাই

SIR: ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। তৃণমূলের প্রাক্তন প্রধান ও পঞ্চায়েত সদস্য সুধা সিংহ চট্টোপাধ্যায় তো আবার ঘুরিয়ে বিজেপির দিকে আঙুল তুলছেন। তাঁরও দাবি, এলাকায় প্রচুর বাংলাদেশি রয়েছে।

টিভি 9 বাংলা 22 Nov 2025 4:52 pm

Mohammed Shami |সামিকে রেখেই মুস্তাক আলির দল ঘোষণা বাংলার 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহম্মদ সামিকে রেখেই আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি২০-র জন্য দল ঘোষণা করল বাংলা। শুক্রবার রাতের দিকে সিএবি-তে মুস্তাক আলির জন্য ১৭ সদস্যের বাংলা দল ঘোষণা হল। দলে চমক হিসেবে রয়েছেন ভবানীপুর ক্লাবের ব্যাটার যুবরাজ কেশওয়ানি। ১৭ সদস্যের দলে অধিনায়কত্ব করবেন অভিমন্যু ঈশ্বরণ। দলে সামি ছাড়াও শাহবাজ আহমেদ, আকাশ দীপ, অভিষেক পোড়েলরা […] The post Mohammed Shami | সামিকে রেখেই মুস্তাক আলির দল ঘোষণা বাংলার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 4:50 pm

বিয়ের কার্ড ছাপার সময় এই ভুলগুলি কোনভাবেই করবেন না, ছারখার হবে বিবাহিত জীবন

হিন্দু ধর্মে বিবাহ অত্যন্ত শুভ অনুষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। বিবাহ শুধু দুটি মানুষের নয়, দুটি পরিবারের মিলন। এই শুভ দিনে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। বিশেষ এই অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানানোর জন্য যে কার্ড ছাপানো হয়, বাস্তুশাস্ত্র অনুযায়ী সেই কার্ড সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানা জরুরি। আরও পড়ুন- বাড়ির এই দিকে পূর্বপুরুষদের ছবি রাখবেন না, জীবন দুর্বিসহ হয়ে উঠবে বিশ্বাস করা হয়, বিবাহের কার্ডে সামান্য ভুলও দম্পতির ভবিষ্যৎ জীবনে 'অশুভ' প্রভাব ফেলতে পারে। তাই কার্ড ছাপানোর আগে কিছু বিশেষ নিয়ম মাথায় রাখা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে বিয়ের কার্ডে বর-কনের ছবি বসানোর প্রবণতা বাড়লেও বাস্তুশাস্ত্র অনুসারে তা একেবারেই শুভ নয়। বাস্তু শাস্ত্র অনুযায়ী, কার্ডে বর-কনের ছবি থাকলে তাঁদের উপর অশুভ দৃষ্টি পড়ার সম্ভাবনা থাকে। তাই ছবি ব্যবহার না করাই উত্তম। কার্ডের রঙও বাস্তুশাস্ত্র অনুসারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লাল, হলুদ ও সাদা রঙ শুভ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই এই রঙের কার্ড ব্যবহার করাকে মঙ্গল বলে ধরা হয়। কার্ডে গণেশ মন্ত্র বা বিষ্ণু মন্ত্র খোদাই থাকলে তা আরও শুভ বলে ধরা হয়। আরও পড়ুন - কিশোর কুমার ছিলেন জীবনসঙ্গী, কিন্তু রুমা গুহঠাকুরতা প্রতিষ্ঠিত হয়েছিলেন নিজ গুণে বিবাহের কার্ড বিতরণের ক্ষেত্রেও নির্দিষ্ট ধর্মীয় রীতি মানা হয়। প্রথমে কার্ড গণেশের পূজায় নিবেদন করা উচিত, যাতে কোনও অশুভ শক্তি বা বাধা দূরে থাকে। এরপর কার্ড পারিবারিক দেবতা ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করে পরে আত্মীয়, স্বজন ও বন্ধুদের মধ্যে বিতরণ করা শ্রেয়। বিয়ের কার্ড ছাপার পর বাড়ির উত্তর-পূর্ব দিকে তা রাখা শুভ বলে মনে করা হয়, কারণ এই দিক দেবতাদের বাস বলে মানা হয়ে থাকে। আরও পড়ুন- Vastu Tips: বাড়ির এই দিকে রাখুন হনুমানজির ছবি, একমাসেই 'ম্যাজিক' দেখুন বাস্তুশাস্ত্র অনুযায়ী, বিয়ের কার্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই উল্লেখ থাকা উচিত— • বিয়ের সময় • প্রিতী ভোজসভার সময় ও স্থান • বর-কনের ঠাকুর দা ঠাকুর মা, মা-বাবার নাম এই সকল নির্দেশ মেনে চললে বিবাহ আরও মঙ্গলময় হবে বলে বিশ্বাস করা হয়। আরও পড়ুন- শীতের কামড় থেকে কীভাবে নিরাপদে রাখবেন আদরের পোষ্যকে? জানুন ৫টি সিক্রেট টিপ স

ইন্ডিয়ান এক্সপ্রেস 22 Nov 2025 4:50 pm

Hooghly BLO: কোন্ননগরে অসুস্থ বিএলও-কে ফোন মমতার, পরিবারকে ১ লক্ষ টাকা

Hooghly BLO: রাত জেগে এনুমারেশন ফর্ম অনলাইনে আপলোড করতে গিয়ে আরও চাপ তৈরি হয়। তারপরই কাজের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। গোটা ঘটনাই মুখ্যমান্ত্রীকে জানান তপতির দেওর প্রদীপ বিশ্বাস। কোন্নগর পুরসভার মাতৃ সদন হাসপাতালে ভর্তি করা হয়েছিল অসুস্থ বিএলও-কে।

টিভি 9 বাংলা 22 Nov 2025 4:47 pm

Suryakumar Yadav |মুস্তাক আলিতে খেলবেন সূর্যকুমার

মুম্বই: আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি২০-তে মুম্বইয়ের হয়ে খেলবেন ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে মুস্তাক আলি ট্রফি। প্রতিযোগিতায় মুম্বই দলে সূর্যকুমার ছাড়াও অজিঙ্কা রাহানে,শিবম দুবে, সরফরাজ খান ও আয়ুষ মাত্রের মতো পরিচিতদের দেখা যাবে। দলকে নেতৃত্ব দেবেন শার্দূল ঠাকুর। ৯ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হচ্ছে। […] The post Suryakumar Yadav | মুস্তাক আলিতে খেলবেন সূর্যকুমার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 4:46 pm

আগুনে স্মার্টফোনে বাজারে বিস্ফোরণ, Lava Agni 4 এর ফিচার থেকে ক্যামেরা তাক লাগাবে

Lava Agni 4 vs Realme GT 7: ২০২৫ সালের মিড-রেঞ্জ অ্যান্ড্রয়েড বাজারে এখন দুইটি নাম সবচেয়ে বেশি আলোচিত—Lava Agni 4 এবং Realme GT 7। দুটি ফোনই ভালো, বৈশিষ্ট্যও চমৎকার। কিন্তু একজন সাধারণ ব্যবহারকারী বা প্রযুক্তিপ্রেমী কোনটি বেছে নিলে বেশি লাভবান হবেন—এই প্রশ্নটিই এখন সবচেয়ে বড়। তাই এখানে দুটি ফোনের পারফরম্যান্স, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি, সফটওয়্যার এবং ব্যবহারের অভিজ্ঞতা—সব দিক বিশদভাবে তুলনা করে আলোচনা করা হল। দুটো ফোনের বৈশিষ্ট্য প্রথমেই বলতে গেলে বলতে হয় যে, Lava-এর এই নতুন Agni 4 ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek-এর Dimensity সিরিজের একটি শক্তিশালী চিপসেট। এটি দৈনন্দিন অ্যাপ চালানো, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ভিডিও দেখা বা মাঝারি মানের গেম খেলার ক্ষেত্রে দারুণ কাজের। ফোনটিতে ৮ জিবি র‍্যাম থাকায় মাল্টিটাস্কিং বেশ মসৃণভাবে করা যায়, আর ভার্চুয়াল র‍্যাম সুবিধার ফলে ব্যবহারকারী চাইলে ব়্যাম আরো বাড়াতে পারবেন। UFS স্টোরেজ হওয়ায় অ্যাপ লোডিং এবং ফাইল পড়া-লেখা দ্রুত এবং নিরবিচ্ছিন্নভাবে করা সম্ভব। আরও পড়ুন- আজ থেকেই রোলআউট শুরু হচ্ছে Nothing OS 4.0: এক নজরে নতুন ফিচার ও আপডেট পাওয়া যাবে কোন ফোনে অন্যদিকে Realme GT 7 একদম ভিন্ন ধাঁচের একটি ডিভাইস। এটিতে ব্যবহৃত হয়েছে আরও উন্নত ও দ্রুতগতি সম্পন্ন Dimensity চিপসেট। যার পারফরম্যান্স প্রায় ফ্ল্যাগশিপের কাছাকাছি। যাঁরা ভারী গেম খেলেন বা দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন, তাদের জন্য GT 7 যেন একটি আলাদা অভিজ্ঞতা। বড় র‍্যাম, বেশি স্টোরেজ এবং উচ্চমানের প্রসেসরের কারণে এই ফোনটি উচ্চমাত্রায় লোড সহ্য করতে পারে এবং ঠান্ডাই থাকে। আরও পড়ুন- আইফোনে ৫টি বড় আপগ্রেড, ক্যামেরা থেকে ডিজাইন, বদলে যাবে অভিজ্ঞতা! ডিসপ্লে মানের ক্ষেত্রে দুটি ফোনই ৬.৭৮ ইঞ্চির বড় AMOLED স্ক্রিন ব্যবহার করেছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্ক্রলিং, অ্যানিমেশন এবং ভিডিও প্লেব্যাক সবকিছুই খুব স্মুথ মনে হয়। তবে Realme GT 7-এর রেজোলিউশন Lava Agni 4-এর তুলনায় কিছুটা বেশি, ফলে ছবির সূক্ষ্মতা, রঙের ঘনত্ব এবং লেখার ধার কমবেশি চোখে পড়ে। মিডিয়া কনজাম্পশন বা গেমিং করলে দুই ফোনেই ভালো অভিজ্ঞতা দেখতে পাবেন। তবে এক্ষেত্রে Realme GT 7 সামান্য এগিয়ে। আরও পড়ুন- AI Tools-এর ব্যাপারে বিরাট ঘোষণা ইউটিউবের, যাঁরা কনটেন্ট পোস্ট করে আয় করেন তাঁদের কী হবে? ক্যামেরার ক্ষেত্রে Lava Agni 4 মূলত ব্যবহারকারীর প্রাত্যহিক চাহিদার দিকটি মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর প্রধান সেন্সরটি দিন-রাতে ভালো ছবি তুলতে সক্ষম। সাধারণ ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট বা ক্লোজ-আপ ছবিতে রঙের ভারসাম্য এবং ডিটেলস বেশ সন্তোষজনক। সেলফি ক্যামেরাটিও যথেষ্ট কাজের, ভিডিও কল বা রিল বানানোর ক্ষেত্রে কোনও অসুবিধা হয় না। তবে Realme GT 7 ক্যামেরা সেকশনে সুবিধা আরও বেশি। এর উন্নত সেন্সর, টেলিফটো লেন্স এবং উন্নত নাইট মোড ছবিতে আরও বেশি ডিটেলস এবং গভীরতা যুক্ত করে। জুম করে ছবি তুলতে বা কম আলোয় শুট করতে Realme GT 7 স্পষ্টত এগিয়ে। আরও পড়ুন- হাতের কাছে যখন এই সহজ উপায়, কেন খরচা করে চুল কালো করবেন? ব্যাটারি নিয়ে আলাদা করে কিছুই বলার নেই—দুটো ফোনেই রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা সহজে একদিনের বেশি চলে যায়। তবে চার্জিং গতিতে Lava এবং Realme-এর মধ্যে বড় পার্থক্য আছে। Lava Agni 4-এ আছে ৬৬ ওয়াট ফাস্ট চার্জ, যা যথেষ্ট দ্রুত। কিন্তু Realme GT 7-এর ১২০ ওয়াট ফাস্ট চার্জ এককথায় দুর্দান্ত—অল্প সময়ে পুরো ব্যাটারি চার্জ হয়ে যায়। যাঁরা সারাদিন ফোন ব্যবহার করেন বা দ্রুত চার্জিং চান, তাঁদের কাছে GT 7 হবে দারুণ সুবিধাজনক। সফটওয়্যার অভিজ্ঞতায় Lava Agni 4 খুবই পরিষ্কার এবং বোধগম্য একটি ইন্টারফেস উপহার দেয়। এতে অপ্রয়োজনীয় অ্যাপ নেই, বিজ্ঞাপন নেই, যা ব্যবহারকারীর জন্য সুবিধাজনক। অন্যদিকে Realme GT 7-এ কাস্টমাইজেশনের সুযোগ বেশি, ফিচারও বেশি—তবে সিস্টেম কিছুটা ভারী। ফলে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ইন্টারফেস নির্বাচন করা যায়। সব মিলিয়ে বলা যায়, যদি আপনি বাজেট মাথায় রেখে একটি ব্যালান্সড, টেকসই এবং ভালো সফটওয়্যারের ফোন চান, তবে Lava Agni 4 হতে পারে আপনার সেরা বাছাই। কিন্তু যদি আপনি দুর্দান্ত পারফরম্যান্স, ভালো মানের ক্যামেরা, আরও দ্রুত চার্জিং এবং দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্য একটি অ্যান্ড্রয়েড ফোন চান, তাহলে Realme GT 7 নিঃসন্দেহে আপনার সেরা পছন্দ হওয়া উচিত।

ইন্ডিয়ান এক্সপ্রেস 22 Nov 2025 4:45 pm

প্রেগন্যান্ট করিনাকে জোর ধমক নীতু সিংয়ের! কী ঘটে কাপুর পরিবারে?

তার উপর সেই কাণ্ড যদি ঘটে বলিউডের জনপ্রিয় কাপুর খানদানে তাহলে তো কথাই নেই। গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তবে এবার আর কোনও গুঞ্জন নয়, বরং করিনা কাপুর খানই প্রকাশ্যে নিয়ে আসল, কাপুর বংশের অন্দরের এক কথা।

টিভি 9 বাংলা 22 Nov 2025 4:45 pm

বাংলাদেশ সীমান্তে বাড়ছে উত্তেজনা! ‘চিকেনস নেকে’র সুরক্ষায় শিলিগুড়িতে ‘হাই প্রোফাইল’বৈঠক

সেনাবাহিনীর ত্রিশক্তি কোরকে অ্যালার্ট করা হয়েছে।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 4:42 pm

Burdwan rape case |রাজ্যে ফের গণধর্ষণ! কিশোরীকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন পূর্ব বর্ধমানে, চার কিশোর সহ ধৃত ৬

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান : দোকানে যাওয়ার পথে কিশোরীকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল। গত সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে।বৃহস্পতিবার রাতে নির্যাতিতার মা আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা রুজু করে ওই রাতেই পুলিশ ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে চারজন কিশোর এবং বাকি দুজন তরুণ। শুক্রবার চার কিশোরকে জুভেনাইল জাস্টিস বোর্ডের […] The post Burdwan rape case | রাজ্যে ফের গণধর্ষণ! কিশোরীকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন পূর্ব বর্ধমানে, চার কিশোর সহ ধৃত ৬ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 4:42 pm

সিউড়িতে বোমা বিস্ফোরণ, কাটা আঙুল প্যাকেটে মুড়ে হাসপাতালে শিশুর পরিবার

বোমাকে বল ভেবে ভুল করে ওই শিশু।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 4:42 pm

IND vs SA: কুলদীপের শিকার ৩, বর্ষাপাড়ায় প্রথম দিন কতটা এগোল প্রোটিয়ারা?

India vs South Africa: শুরুটা ভাল হয়নি। কিন্তু প্রথম দিনের শেষে যদি প্রোটিয়াদের স্কোরকার্ড দেখা হয়, তা হলে নজরে পড়বে ভারতীয় বোলাররা ম্যাচে রাখলেন দলকে। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুস্বামী নট আউট ২৫ রানে। আর কাইল ভারানে ১ রানে অপরাজিত।

টিভি 9 বাংলা 22 Nov 2025 4:38 pm

কেন্দ্রের নতুন শ্রম আইনে কী বদল কর্মজীবনে? কেনই বা বিরোধিতা?

এখনও পর্যন্ত ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নয়া আইনের খসড়া গাইডলাইন মেনে নিয়েছে।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 4:32 pm

রায়ানের পর ব্লু টাইগার্সে ফের ‘বিদেশি’? ভারতীয় বংশোদ্ভূত লিভারপুলের প্রাক্তনীর মন্তব্যে জল্পনা

ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলেছেন এই মিডফিল্ডার।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 4:31 pm

ধানখেত থেকে মিলল মহিলার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য বসিরহাটে

মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 4:27 pm

Harman Sidhu: মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা প্রাণ কাড়ল তরুন শিল্পীর, কে এই ৩৭ বছরের জনপ্রিয় গায়ক?

Who Is Harman Sidhu: গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মত্যু বছর ৩৭-এর তরুণ তুর্কি সংগীতশিল্পী হরমন সিধু। PTC নিউজের তথ্য অনুযায়ী, মানসা–পটিয়ালা রোডে খিয়ালা গ্রামের কাছে তাঁর গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের প্রভাব এতটাই ভয়াবহ ছিল গাড়িটি পুরো চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই হরমন সিধুর মৃত্যু হয়। হৃদয়বিদারক খবর সামনে আসতেই যেন একপ্রাকর স্তব্ধ পঞ্জাবি বিনোদন জগৎ। তাঁর পরিবার এখনো সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর বিষয়ে কোনো বিবৃতি শেয়ার করেনি।তিনি ছিলেন মানসা জেলার কাছে খিয়ালা গ্রামের বাসিন্দা। সেখানে পঞ্জাবি সংগীত ও লোকসংস্কৃতির বিশেষ প্রচলন ছিল। সংগীতের পরিবেশে শৈশব কেটেছিল প্রয়াত শিল্পী হরমন সিধুর। একর ফলে ছেলেবেলা থেকেই তাঁর মধ্যে গান গাওয়ার প্রতি আগ্রহ তৈরি হয়। পরে সেই গানকেই পেশা হিসেবে গ্রহ করেন হরমন। ২০০৭ সালে মিস পূজার সঙ্গে জুটি বেঁধে প্রতিটি পঞ্জাবি পরিবারের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন হরমন সিধু। তাঁদের যুগলবন্দির সেরা উপহার Paper Ya Pyar। এই গান মুক্তির পর রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। আরও পড়ুন মাত্র ৩৭-এ থামল সুরেলা সফর, সড়ক দুর্ঘটনায় গাড়ি দুমড়েমুচড়ে শেষ! মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়কের এই গানটি তরুণ প্রজন্মের মনে ব্যাপক সাড়া ফেলে এবং পঞ্জাবি সংগীতের দুনিয়ায় হরমন সিধু পায়ের তলার মাটি শক্ত করেন। এরপর আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। বছরের পর বছর ধরে তিনি বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দেন যা তাঁর অনুরাগীদের কাছে আজও সমাদৃত। তাঁর উল্লেখযোগ্য অনেক চার্টবাস্টার গানগুলির মধ্যে রয়েছে Paper Ya Pyar, Bebe Bapu, Koi Chakkar, Babbar Sher, Multan VS Russia Nai। View this post on Instagram A post shared by Harman Sidhu (@harmansidhuoriginal) সোশ্যাল মিডিয়া Instagram-এ ফলোয়ার্স সংখ্যা ৩,৭৪২ আর ফেসবুকে ১৮,০০০। ইউটিউবে সাবস্ক্রাইবার ১৩.১ হাজার। সহজ সরল জীবন ও প্রতিভা দিয়ে হরমন সিধু পঞ্জাবি সংগীত ঘরনায় এক বিশেষ স্থান অর্জন করেছিলেন। হরমনের মৃত্যুর পর তিনি রেখে গিয়েছেন তাঁর স্ত্রী ও এক কন্যাকে। লাস্ট বাট নট ইন লিস্ট, গান গাওয়ার পাশাপাশি অনেক গান লিখেও খ্যাতি অর্জন করেছিলেন হরমন। আরও পড়ুন মাদক মামলায় ভাইয়ের নাম জড়ানোর মাঝেই দুর্ঘটনার কবলে শ্রদ্ধা, শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী

ইন্ডিয়ান এক্সপ্রেস 22 Nov 2025 4:26 pm

SIR: কী কী কারণে ভোটার তালিকার খসড়া থেকে বাদ যাবে নাম?

SIR In WB: কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, যাঁরা ফর্ম জমা দিয়েছেন, সবার নামই থাকবে খসড়া তালিকায়। কমিশনের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বুথে তালিকা বেরোবে। মৃত বা অন্য কারণে বাদ পড়াদের তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে। সাধারণত প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন বিএলওরা।

টিভি 9 বাংলা 22 Nov 2025 4:26 pm

Nadia: ‘কাজের চাপ’, চিঠি লিখে আত্মঘাতী নদিয়ার BLO

Nadia BLO Suicide: তাঁর মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেও দায়ী করেছেন রিঙ্কু তরফদার। নদিয়ার চাপড়া থানার বাঙালঝি এলাকার স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্বশিক্ষক ছিলেন রিঙ্কু তরফদার। বাঙালঝি এলাকায় বিএলও-র দায়িত্ব পালন করছিলেন তিনি।

টিভি 9 বাংলা 22 Nov 2025 4:21 pm

Kushmandi witchcraft |ডাইন অপবাদে প্রৌঢ়ের মুখে মল! মধ্যযুগীয় বর্বরতা বিজেপি নেতার

সৌরভ রায়, কুশমণ্ডি: এ যেন মধ্যযুগীয় বর্বরতা। রাজনৈতিক নেতার ক্ষমতার জাহির। নাহলে বর্তমান সময়ে ছেলের অসুস্থতার জন্য গ্রামেরই বাসিন্দা দূরসম্পর্কের আত্মীয়কে ডাইন অপবাদ দিয়ে কেউ মানুষের মল খাওয়ায়? এমনই মারাত্মক অভিযোগ উঠেছে কুশমণ্ডির উদয়পুর পঞ্চায়েতের পূর্ব বাসইল গ্রামের পঞ্চায়েত সদস্য বিজেপির গোপাল বর্মন এবং তাঁর স্যাঙাতদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালের ১৫ বছরের ছেলে […] The post Kushmandi witchcraft | ডাইন অপবাদে প্রৌঢ়ের মুখে মল! মধ্যযুগীয় বর্বরতা বিজেপি নেতার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 4:20 pm

হাতে হাত রেখে এয়ারপোর্ট সেলফি, ‘একান্তে সময় কাটাতে’কোথায় চললেন সাহেব-সুস্মিতা?

স্টুডিওপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সাহেব ও সুস্মিতা'র প্রেমের গুঞ্জন।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 4:17 pm

Ashes 2025: বদলে গেল অ্যাসেজের ইতিহাস, ২ দিনে ম্যাচ পকেটে পুরল অস্ট্রেলিয়া

Ashes Series 2025-26: অ্যাসেজ সিরিজের ইতিহাসে এতদিন যা হয়নি, শনিবার (২২ নভেম্বর) সেই ফলাফলের সাক্ষী রইল গোটা ক্রিকেট বিশ্ব। পারথ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া (Australia Cricket Team) এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচটা মাত্র ২ দিনেই পকেটে পুরে ফেলল ক্যাঙারু ব্রিগেড। জয়ের জন্য ২০৫ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া মাত্র ২ উইকেট হারিয়ে হাসতে হাসতে এই ম্য়াচে জয়লাভ করে। শতরান ট্রাভিস হেডের এই ম্য়াচে ব্যাট হাতে কার্যত তাণ্ডব করলেন অজ়ি ক্রিকেটার ট্রাভিস হেড (Travis Head)। ঝোড়ো শতরান হাঁকিয়ে ম্য়াচটাকে একপেশে করে দেন তিনি। এই ম্য়াচে হেড ৮৩ বলে ১২৩ রানের একটি স্মরণীয় ইনিংস উপহার দিলেন। এই জয়ের পাশাপাশি পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গেল। (বিস্তারিত আসছে...)

ইন্ডিয়ান এক্সপ্রেস 22 Nov 2025 4:12 pm

পরিচারককে ‘মার’পুলিশ আধিকারিকের, বিচার চেয়ে বিক্ষোভে বাঁকুড়ায় ধুন্ধুমার

এই ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 4:11 pm

শাশুড়িকে ‘মা’পরিচয় দিয়ে ভোটার! এনুমারেশন ফর্ম জমা পড়তেই ফাঁস জামাইয়ের কীর্তি

কীর্তিমান জামাইয়ের আসল রুপ প্রকাশ্যে আসতেই রীতিমতো আতঙ্কিত বৃদ্ধা শাশুড়ি।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 4:05 pm

ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! ব্যাহত পরিষেবা

ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম ও দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপাতত মেট্রো চলছে।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 4:03 pm

রগরগে অ্যাকশন, মাদক মাফিয়াদের দৌড়াত্ম্য, উত্তর-পূর্ব ভারতের প্রেক্ষাপটে কতটা জমল ‘ফ্যামিলি ম্যান থ্রি’?

সমান্তরালে একাধিক প্লট রেখে গল্প সাজানো হয়েছে। পড়ুন রিভিউ।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 4:02 pm

Bankura: পুলিশকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ পিটিয়ে তুলল পুলিশ

Bankura Police: শুক্রবার রাতের পর সকাল ১০ টা থেকে ফের অবরোধ শুরু করেন স্থানীয় রাজাকাটা গ্রামের মানুষ। সেই অবরোধে সামিল হন স্থানীয় বিজেপি নেতা কর্মীরাও। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলা সেই অবরোধের জেরে প্রায় তিন ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায় বাঁকুড়া বারিকুল ও বাঁকুড়া ঝিলিমিলি রাস্তায়।

টিভি 9 বাংলা 22 Nov 2025 3:59 pm

এবার ঘরে ফিরুন, দেশত্যাগী হিন্দু-শিখদের আফগানিস্তানে ফেরার আহ্বান তালিবান মন্ত্রীর

হিন্দু ও শিখদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি তালিবান মন্ত্রীর।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 3:58 pm

দিল্লি বিস্ফোরণ: ২ বছর ধরে হামলার ছক, বোমা তৈরিতে খরচ লক্ষাধিক টাকা, আর কী উঠে এল তদন্তে?

দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে এনআইএ।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 3:56 pm

SIR |মৃতকে বাবা সাজিয়ে পরিচয়পত্র! বাংলাদেশি তরুণকে গ্রেপ্তারের দাবি প্রধানের, চর্চায় এসআইআর   

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: বাংলাদেশি এক তরুণের বিরুদ্ধে ভুয়ো পরিচয়পত্র তৈরি করার অভিযোগ উঠল। ঘটনাটি রায়গঞ্জ ব্লকের ১১ নম্বর বীরঘই গ্রাম পঞ্চায়েতের বুধোর এলাকার। অভিযোগ, অজয় রায় নামের এক বাংলাদেশি তরুণ কয়েক বছর আগে থেকে এই এলাকায় বসবাস করছেন। অজয় ওই গ্রামেরই এক মৃত ব্যক্তি খর্গ রায়কে নিজের বাবার পরিচয় দিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছেন বলে […] The post SIR | মৃতকে বাবা সাজিয়ে পরিচয়পত্র! বাংলাদেশি তরুণকে গ্রেপ্তারের দাবি প্রধানের, চর্চায় এসআইআর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 3:55 pm

New Labour Codes |শ্রম আইনে বড় পরিবর্তন! কর্মীদের সুবিধার্থে কী কী পদক্ষেপ নিল সরকার?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় পরিবর্তন দেশের শ্রম আইনে। অবশেষে চারটি শ্রমবিধি বাস্তবায়ন করল কেন্দ্র (New Labour Codes)। ভারতে এতদিন ধরে চালু থাকা ২৯ শ্রমবিধির পরিবর্তে কর্মীদের বেতন, শিল্পগত সম্পর্ক, সামাজিক নিরাপত্তা, পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের উপর ভিত্তি করেই এই নয়া শ্রমবিধি লাগু হয়েছে। কী কী ধরনের পরিবর্তন রয়েছে এই নয়া শ্রম আইনে? […] The post New Labour Codes | শ্রম আইনে বড় পরিবর্তন! কর্মীদের সুবিধার্থে কী কী পদক্ষেপ নিল সরকার? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 3:50 pm

Jalpaiguri |সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় কাণ্ড, ডিআই-এর কাছে রিপোর্ট তলব 

পূর্ণেন্দু সরকার ও অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: জলপাইগুড়ির (Jalpaiguri) সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় (Sunitibala Sadar Girls’ high school) কাণ্ডে প্রধান শিক্ষিকা সুতপা দাসের দায়ের করা মামলার শুনানি হল শুক্রবার। জেলার অবর বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-এর কাছে ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ। ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদ […] The post Jalpaiguri | সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় কাণ্ড, ডিআই-এর কাছে রিপোর্ট তলব appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 3:45 pm

Malda rape case |সহকর্মীর মেয়েকে ধর্ষণ, যাবজ্জীবন কারাদণ্ড তরুণের   

অরিন্দম বাগ, মালদা: পরিকল্পনামাফিক কাজ থেকে ছুটি নিয়ে সহকর্মীর মেয়েকে ধর্ষণে এক তরুণের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদা জেলা আদালত। জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকাও। অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন জেলা আদালতের বিচারক রাজীব সাহা। এই মামলায় ২০২২-এর ১৮ মে চার্জশিট পেশ করে পুলিশ। ১৭ জনের সাক্ষীর ভিত্তিতে এদিন রায় ঘোষণা […] The post Malda rape case | সহকর্মীর মেয়েকে ধর্ষণ, যাবজ্জীবন কারাদণ্ড তরুণের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 3:39 pm

Alipurduar |জাতীয় হ্যান্ডবলে উত্তরের ৩ 

পিকাই দেবনাথ, কামাখ্যাগুড়ি: ৬৯তম ন্যাশনাল স্কুল গেমসের হ্যান্ডবলে অনূর্ধ্ব-১৭ বিভাগে বাংলার প্রতিনিধিত্ব করতে চলেছে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কামাখ্যাগুড়ি ও খোয়াডাঙ্গার রাহুল কিসকু, রবি ঘোষ এবং বিকিরণ রায়। আগামী ২৫-২৯ নভেম্বর কর্ণাটকের তুমকুর জেলায় অনুষ্ঠিত হবে এই ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। রাহুল ও রবি কামাখ্যাগুড়ি হাইস্কুলের দশম শ্রেণির পড়ুয়া। দুজনেই দক্ষিণ নারারথলির বাসিন্দা। অপরদিকে, বিকিরণ রায় খোয়ারডাঙ্গা […] The post Alipurduar | জাতীয় হ্যান্ডবলে উত্তরের ৩ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 3:37 pm

থামবে না এসআইআর, অসুস্থ বিএলও-র কাজ করছে নাবালক ছেলে! বিতর্ক জলপাইগুড়িতে

'নাবালক বিএলও'র দাবি, 'এসআইআর ফর্ম জমা দিলে দেবে না দিলে না দেবে।'

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 3:33 pm

Falakata |দুই শিক্ষকের হাতে ফালাকাটা পুর বোর্ড

ভাস্কর শর্মা, ফালাকাটা: ফালাকাটা পুরসভার নতুন চেয়ারম্যান হলেন অভিজিৎ রায় ও ভাইস চেয়ারপার্সন হলেন রুমা রায় সরকার। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ বাছা হলেও বেছে নেওয়ার ধরনটা কিন্তু একই। স্বচ্ছ ভাবমূর্তির জন্য সেই শিক্ষকতার পেশা থেকেই প্রতিনিধি বেছে নেওয়া হয়েছে। সেইসঙ্গে নবীন ও অভিজ্ঞতার মিশেলে বোর্ড চালানোর ভাবনা তৃণমূলের। তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক […] The post Falakata | দুই শিক্ষকের হাতে ফালাকাটা পুর বোর্ড appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 3:31 pm

Jeetu Kamal-Ditipriya Roy: জীতু শুটিং ফ্লোরে ফিরতেই বিরাট পদক্ষেপ দিতিপ্রিয়ার, 'চিরদিনই তুমি যে আমার'-র ভবিষ্যৎ কী?

Jeetu-Ditipriya Chirodini Tumi Je Amar: সম্প্রতি জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে ব্যক্তিগত ঝামেলা হয়ে উঠেছিল স্টুডিওপাড়ার চর্চিত টপিক। প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে সেই ঝামেলা মিটতেই আরও এক সমস্যা। জীতুর সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে শট দিতে আপত্তি জানান দিতিপ্রিয়া। এরপরই দ্বিতীয়বার প্রকাশ্যে জীতু কমল আর দিতিপ্রিয়া রায়ের অর্ন্তকলহ। অশান্তির মাঝে শোনা গিয়েছিল নায়ক বদলের গুঞ্জন। এরপর বৈঠকের পর দ্বন্দ্ব কাটিয়ে শুক্রবার শুটিং ফ্লোরে ফিরেছেন জীতু কমল। পর্দায় আর্য কামব্যাক করতেই বিরাট পদক্ষেপ দিতিপ্রিয়ার। মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন এবং মেইল করেছেন আর্টিস্ট ফোরামেও। আরও পড়ুন 'হ্যাঁ আমি আবার...', 'চিরদিনই তুমি যে আমার' নায়ক বদলের গুঞ্জনের মাঝে মুখ খুললেন জীতু এই বিষয়ে বিশদে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি জানিয়েছেন, 'দিতিপ্রিয়া লিখিত কোনও অভিযোগ জানায়নি। আমার সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা হয়েছে। কী করা উচিত সেই বিষয়ে পরামর্শ চেয়েছিল, আমি বলেছি যেটা ভাল মনে হবে সেটা করতে। যতক্ষণ না মহিলা কমিশনে লিখিত কোনও অভিযোগ পাচ্ছে ততক্ষণ আমরা কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারব না।' অন্যদিকে আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। আরও পড়ুন 'ওঁর বিষয়ে আর কিছু...', 'চিরদিনই তুমি যে আমার' বিতর্কে নায়ক পরিবর্তন প্রসঙ্গে নবনীতা তিনি এই প্রসঙ্গে কথা বলতে খুব একটা স্বচ্ছন্দ্য নন। তবে শান্তিলাল মুখোপাধ্যায় আর্টিস্ট ফোরামে দিতিপ্রিয়ার অভিযোগ জানানোর কথা স্বীকার করেছেন। মেইল মারফৎ দিতিপ্রিয়া তাঁর অভিযোগের কথা জানিয়েছেন। কিন্তু, এখনও তিনি সেই মেইলের বক্তব্য দেখে উঠতে পারেননি। এদিকে ধারাবাহিক তো একেবারে জমে উঠেছে। View this post on Instagram A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial) মৃত্যুর মুখ থেকে আর্য ফিরে এসেছে। চোখ খুলেই অপর্ণাকে দেখতে না পেয়ে অসহায় অবস্থা আর্যর। থানায় অপর্ণাকে ফাঁসাতে নিজের ওপর আক্রমণ করা মহিলাকে হাসপাতালে নিয়ে আসতে দেখে উত্তেজিত হয়ে উঠলো আর্য। এদিকে থানা থেকে জামিনে ছাড়া পেয়েই মেঘরাজের পাতা ফাঁদে পা দিল অপর্ণা! দিতিপ্রিয়ার নতুন করে অভিযোগ জানানো ফের চিরদিনই তুমি যে আমার-এর ভবিষ্যৎ কোন পথে নিয়ে যাবে তা নিয়ে চিন্তিত মেগার সঙ্গে যুক্ত প্রত্যেকে। আরও পড়ুন 'চিরদিনই তুমি যে আমার' বন্ধ নিয়ে চর্চার মাঝে স্মৃতিভ্রষ্ঠ আর্য! অপুর সঙ্গে সময় কাটাতেই যা ঘটল...

ইন্ডিয়ান এক্সপ্রেস 22 Nov 2025 3:28 pm

Floating footbridge |প্রশাসনের উপর আস্থা নেই, চাঁদা তুলে ভাসমান ফুটব্রিজ নির্মাণ ভূতনিবাসীর

আজাদ, মানিকচক: প্রশাসনের উপর আস্থা হারিয়ে নিজেরাই চাঁদা তুলে জলে ভাসমান ফুটব্রিজ নির্মাণের কাজ শুরু করলেন মানিকচকের ভূতনি দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুরের বাসিন্দারা। চলতি বছরে ফুলহরের জলের স্রোতে তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে ভূতনি দক্ষিণ চণ্ডীপুরে সদ্য নির্মিত নদীবাঁধ। বাঁধ না থাকায় দীর্ঘ চার মাস ধরে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। রোজ নৌকা করেই যাতায়াত করতে […] The post Floating footbridge | প্রশাসনের উপর আস্থা নেই, চাঁদা তুলে ভাসমান ফুটব্রিজ নির্মাণ ভূতনিবাসীর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 3:28 pm

SIR: “বুথে বুথে ২০০ ভোটারের নাম বাদ!” BJP-কমিশনকে তুলোধনা করে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

TMC allegations: পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির দু’দিনের মধ্যেই এবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসে হাজির হল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। শনিবার সিইও দপ্তরে ঢোকার মুখেই বিস্ফোরক অভিযোগ তুললেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিকরা। তৃণমূলের অভিযোগ, রাজ্যের প্রতিটি বুথ থেকে ১৫০ থেকে ২০০ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। সিইও দপ্তরে ঢোকার আগে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “বিশেষ রাজনৈতিক দলের নির্দেশে নির্বাচন কমিশন প্রতিটি বুথে দেড়শো থেকে ২০০ নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। ২০০২ সালের হার্ড কপি দেখলে সেই নামগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।” আরও পড়ুন- আকাশপথেই অসুস্থতা, বিমানের জরুরি অবতরণ কলকাতায়, তাও হল না শেষ রক্ষা! অরূপ আরও অভিযোগ করেন, কমিশনের ওয়েবসাইটে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে ২০০২ সালের ভোটার কার্ড নম্বরে ভুল দেখানো হচ্ছে। তাঁর দাবি, এই নম্বর ইচ্ছাকৃতভাবে ভুল করে দেওয়া হয়েছে, যাতে ফর্ম পূরণের সময় তথ্য অ্যাপে মিল না থাকায় সেই নামগুলো স্বয়ংক্রিয়ভাবে বাদ যায়। আরও পড়ুন- West Bengal News Live Updates: জম্মু ও কাশ্মীরের আকাশে পাক ড্রোন, চূড়ান্ত সতর্ক নিরাপত্তা বাহিনী এসআইআর নিয়ে আতঙ্কে আত্মহত্যার প্রসঙ্গও ফের তুলেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, এসআইআর আতঙ্কে রাজ্যে যেসব মৃত্যু হয়েছে, তার পূর্ণ দায় নির্বাচন কমিশনের। তবে তৃণমূলের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছে বিজেপি। বিরোধী দলের বক্তব্য, এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া, যার মাধ্যমে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া হয়। সেই প্রক্রিয়াকে রাজনৈতিক রঙ দিতেই তৃণমূল অযথা উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগ বিজেপির।

ইন্ডিয়ান এক্সপ্রেস 22 Nov 2025 3:23 pm

Alipurduar |ব্যবসায়ীদের ভয় দেখিয়ে ধৃত ভুয়ো গোয়েন্দা

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: নিজেকে আইপিএস অফিসার হিসেবে পরিচয় দিয়ে ভয় দেখিয়ে টাকা তোলার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। বিশ্বজিৎ বিশ্বাস নামে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। তিনি বিধাননগরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার কোর্ট সংলগ্ন আসাম গেট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। আলিপুরদুয়ার (Alipurduar) মনোজিৎ নাগ বাস টার্মিনাস সংলগ্ন একটি […] The post Alipurduar | ব্যবসায়ীদের ভয় দেখিয়ে ধৃত ভুয়ো গোয়েন্দা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 3:21 pm

ইডেনকেও হার মানাল পারথ, বাজবল গুঁড়িয়ে দু’দিনেই অ্যাশেজের প্রথম টেস্ট জয় অজিদের

'সাইক্লোনিক সেঞ্চুরি' করেন হেড।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 3:18 pm

ডেস্টিনেশন ওয়েডিং, কিছু প্রাসঙ্গিক ভাবনা

সুদীপ্তা সরকার ফোটোশুট চলছে। কুয়াশায় ঢাকা লাভার মনাসটেরিতে কয়েকজন তরুণ-তরুণী নানা ভঙ্গিমায় ছবি তুলতে মগ্ন। তাঁদের মধ্যে দুজন ভাবী বর-বধূ। পরনে নানা রাজ্যের সুদৃশ্য পোশাক। বেশ কয়েকবার পোশাক পালটে তাঁরা ফোটোশুটে ব্যস্ত। কৌতূহলবশত ওঁদের সঙ্গে ভাব জমাই। কথোপকথনের মধ্যে দিয়ে জানতে পারি দিন ১৫ পর তাঁরা বিবাহসূত্রে আবদ্ধ হতে চলেছেন। এখানে আসার উদ্দেশ্য বলতে প্রি-ওয়েডিং […] The post ডেস্টিনেশন ওয়েডিং, কিছু প্রাসঙ্গিক ভাবনা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 3:13 pm

পরকীয়ায় জড়িত সন্দেহে রাস্তায় স্ত্রীকে পরপর কোপ! গ্রেপ্তার স্বামী

চাঞ্চল্য ছড়াল হরিপুর বাজার এলাকায়।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 3:12 pm

‘নিজেরা বুঝে নিন’, শিণ্ডের দল ভাঙানোর অভিযোগকে পাত্তাই দিলেন না শাহ, ভাঙবে ‘মহাজুটি’?

মহারাষ্ট্রের শাসক জোটের অন্দরের ফাটল আরও চওড়া!

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 3:11 pm

‘কত মানুষ মরলে…’, কৃষ্ণনগরের BLO-র মৃত্যুতে কমিশনকে কড়া ভাষায় তোপ মমতার

দীর্ঘ সুইসাইড নোটে কাজের চাপের কথা লিখে আত্মঘাতী হন বিএলও রিঙ্কু তরফদার।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 3:09 pm

Travel Savings: বেড়ানোর খরচ কমাতে কোন কোন হ্যাক ব্যবহার করতে পারেন আপনি?

Affordable Travelling: দারুণ ঘরে থাকা নয়, বরং অভিজ্ঞতাই আসল। একটি সমীক্ষা বলছে ৬০ শতাংশের বেশি কম বয়সী ট্রাভেলাররা দামি হোটেলে থাকার বদলে লোকাল খাবার খেতে বা ডর্মেটরিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ৩ হাজার থেকে ৬ হাজার টাকার হোটেলের বিক্রি এখন বেশি, বলছে তথ্যই।

টিভি 9 বাংলা 22 Nov 2025 3:09 pm

বড় দায়িত্ব

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতে আন্তর্জাতিক শিশু দিবস পালিত হল ২০ নভেম্বর। অবশ্য ১৪ নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে এদেশে শিশু দিবস পালিত হয়। যে দিনটিকেই পালন করা হোক না কেন, বর্তমান ভারতে অধিকাংশ শিশু ভালো নেই। শুধু অতিরিক্ত পড়াশোনা নয়, আরও অনেক বিষয়ে বাকিদের থেকে এগিয়ে থাকার চাপ তাদের ওপর। সমাজে এমনভাবে শিশুদের গড়েপিঠে […] The post বড় দায়িত্ব appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 3:08 pm

ছোটপর্দায় ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’প্রসেনজিৎ! কোন চমক দেবেন এবার দর্শককে?

খুব শিগগিরি সম্প্রচারিত হবে বিশেষ পর্ব।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 3:06 pm

Cold Weather Fitness: ঠান্ডা বাতাস উপেক্ষা করে ফিট থাকুন, শীতে দৌড়ানো ও হাঁটার সময় কী কী সতর্কতা নেবেন?

শীতকাল মানেই লেপের উষ্ণতা আর আলস্যের আহ্বান। কিন্তু সুস্থ থাকতে এবং ফিটনেস রুটিন বজায় রাখতে এই আরামের ফাঁদ এড়িয়ে বাইরে বেরনো প্রয়োজন। ঠান্ডা আবহাওয়া অনেক সময় ব্যায়ামের জন্য অনুকূল হলেও, এর নিজস্ব কিছু ঝুঁকি রয়েছে।

টিভি 9 বাংলা 22 Nov 2025 2:58 pm

ইউনূস সাহেব যদি ভেবে দেখেন!

রূপায়ণ ভট্টাচার্য বাংলাদেশের কোনও কাগজেই আর শেখ হাসিনার একটা লাইন বিবৃতির খবর থাকে না। আওয়ামী লিগের নেতাদের কথাও নয়। খবর বেরোলেই ইউনূস সরকারের কোপ পড়বে সেই সংবাদপত্রের মালিক এবং সাংবাদিকদের ওপর। না, না, এ রকম কিছুই তো হয়নি! বাংলাদেশে এখন গণতন্ত্র এবং স্বাধীনতার সেরা সময় চলছে মুহাম্মদ ইউনূসের হাত ধরে! এত ভালো ভালো অর্থনৈতিক উন্নতির […] The post ইউনূস সাহেব যদি ভেবে দেখেন! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 2:58 pm

বিষ বাতাস থেকে রক্ষে নেই রাজধানীর, দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে আরও কঠোর বিধিনিষেধ!

ইতিমধ্যে রাজধানীর সমস্ত স্কুলে ‘বাহ্যিক কার্যকলাপ’ বন্ধ করে দেওয়া হয়েছে।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 2:56 pm

ঐশ্বর্যই কি কেরিয়ার ডুবিয়েছে বিবেক ওবেরয়ের? মারাত্মক সত্য সামনে আনলেন অভিনেতা

এরপর বহু ছবিতে দেখা গেলেও, হঠাৎই বলিপাড়ার লুপ্তপ্রায় অভিনেতা হয়ে থেকে গেলেন বিবেক। দুরন্ত কেরিয়ারগ্রাফ, আচমকা তলানিতে! বলিউড গুঞ্জনে রয়েছে, ঐশ্বর্য রাইয়ের সঙ্গে প্রেম এবং সলমন খানের সঙ্গে সরাসরি দুশমনই নাকি কেরিয়ার ডোবাল বিবেকের। এমনকী, শোনা যায়, বিবেকের কেরিয়ারের ডাউনফলের নেপথ্যে নাকি ছিলেন ঐশ্বর্যই!

টিভি 9 বাংলা 22 Nov 2025 2:55 pm

Railways: পরিবারের ৫ জনের মধ্যে তিনজনের টিকিট কনফার্ম হলে কী করবেন? কী নিয়ম রেলের

Indian Railways: রেলওয়ে এখন স্পষ্ট করেছে যে শুধুমাত্র কনফার্ম টিকিট থাকলেই যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারবেন। বাকিরা কোচে উঠতে পারবেন না। চার্ট তৈরি হওয়ার পরেও যদি আপনার টিকিট ওয়েটিং-এ তালিকায় থাকে, তাহলে আপনি সেই কোচে ভ্রমণ করতে পারবেন না।

টিভি 9 বাংলা 22 Nov 2025 2:53 pm

Tejas fighter jet crashed: ভল্ট খেয়েই বেসামাল, মুহূর্তে আছড়ে পড়ল তেজস, আগুনের গোলায় পরিণত হল যুদ্ধ বিমান

Tejas fighter jet crashed: সংযুক্ত আরব আমিরশাহির দুবাই এয়ার শো-তে ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার নমনশ স্যায়াল সেই বিমানের একমাত্র পাইলট ছিলেন। শুক্রবার ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী ছিলেন বহু দর্শনার্থী। তাঁদেরই একজন আবু বকর জানান, মুহূর্তের মধ্যে চোখের সামনে যা ঘটেছে, তা কেউই বিশ্বাস করতে পারেননি। আরও পড়ুন- এই সাতটি ব্যাঙ্ক বিনিয়োগের উপর দিচ্ছে সর্বোচ্চ সুদ, FD করার আগে যাচাই করে ইনভেস্ট করুন রিয়েল এস্টেট এজেন্ট আবু বকর জানিয়েছেন, দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে পর্যন্ত তিনি তেজসের ভিডিও রেকর্ড করছিলেন। তিনি বলেন, “প্রথমদিকে সবকিছু স্বাভাবিক ছিল। অন্য বিমানের মতোই তেজসও আকাশে তার পারদর্শীতা দেখাচ্ছিল। হঠাৎ দেখলাম বিমানটি নিচের দিকে নামতে শুরু করেছে। আমরা ভেবেছিলাম পাইলট টেনে তুলবেন, কিন্তু তিনি আর তুলতে পারেননি। মুহূর্তের মধ্যেই বিমানটি মাটিতে আছড়ে পড়ে।” তিনি আরও বলেন, “এই দেশে এরকম ঘটনা কখনও ঘটেনি। তাই কেউই বিশ্বাস করতে পারছিল না, সত্যিই এমনটা ঘটছে। বাস্তবে এমন দৃশ্য দেখা সত্যিই অবিশ্বাস্য।” আরও পড়ুন- সন্ত্রাসের আঁতুড়ঘর আল ফালাহ বিশ্ববিদ্যালয়? ভবিষ্যৎ ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তায় শ'য়ে শ'য়ে পড়ুয়া দুবাই এয়ার শো-এর শেষ দিনে শ'য়ে শ'য়ে দর্শনার্থীর ভিড় ছিল। আবু বকর জানান, ভারতীয় হিসেবে তাঁরা বিশেষ আগ্রহ নিয়ে তেজসের পারদর্শীতা দেখছিলেন এবং ভিডিও রেকর্ড করছিলেন। কিন্তু এভাবে তা এক মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হবে, তা কেউই ভাবতে পারেননি। দুর্ঘটনার পর প্রথমদিকে অনেকেই ধরে নিয়েছিলেন যে পাইলট প্রাণে বেঁচে গিয়েছেন।কিন্তু আবু বকর তাঁর ভিডিও রিপ্লে করে দেখেন, বিমানের বাইরে পাইলট বেরনোর কোনও দৃশ্য নেই। জানা গেছে, এক আসনের লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট (এলসিএ) তেজস প্রায় আট মিনিট ধরে আকাশে ছিল এবং স্থানীয় সময় দুপুর ২.১৫ নাগাদ আচমকা নাক নিচু করে মাটির দিকে ধেয়ে আসে। আছড়ে পড়ে। আরও পড়ুন- কীভাবে ঘরে বসে ২ মিনিটেই SIR ফর্ম অনলাইনে ফিলআপ করবেন? জমা হয়েছে কিনা জানবেন কী করে? রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) নির্মিত এই বিমানটি তামিলনাড়ুর সুলুর ঘাঁটির স্কোয়াড্রনে ছিল এবং ২০১৬ সাল থেকে পরিষেবায় ছিল। ঘটনার পর ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হচ্ছে। উল্লেখ্য, গত দু বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার তেজস বিমান দুর্ঘটনার শিকার হলো। ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেরে প্রথম দুর্ঘটনায় একটি তেজস বিমান ভেঙে পড়ে। তবে সেই সময় পাইলট নিরাপদে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। আরও পড়ুন- বিয়ের মরসুমে সকাল সকাল বিরাট খুশির খবর, তুমুল সস্তা হল সোনার দাম, কলকাতার দর জানলে চমকে যাবেন

ইন্ডিয়ান এক্সপ্রেস 22 Nov 2025 2:52 pm

ভারতের নতুন লজিস্টিকস গেটওয়ে উত্তরপ্রদেশ! যোগীর নেতৃত্বে বিশ্বমানের মাল্টি-মোডাল হাব

বাণিজ্য ও কর্মসংস্থান বাড়াতে দাদরিতে তৈরি হচ্ছে মাল্টি-মোডাল লজিস্টিকস পার্ক।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 2:51 pm

বিস্ফোরণের তদন্তের মাঝেই ফের সাফল্য দিল্লি পুলিশের! চিন-তুরস্ক থেকে ঢোকা অবৈধ অস্ত্রের চক্র ফাঁস

আইএসআই-এর সঙ্গেও এদের যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 2:46 pm

Smriti Mandhana Marriage Video: স্মৃতির বিয়েতে উদ্দাম নাচ জেমিমার, ভাইরাল ভিডিওয় তোলপাড় নেটপাড়া

Smriti Mandhana: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। গত শুক্রবার (২১ নভেম্বর) স্মৃতির গায়ে-হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্মৃতির বেশ কয়েকজন সতীর্থ ক্রিকেটারকে দেখতে পাওয়া গিয়েছে। সকলেই হলুদ রংয়ের পোশাক পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। প্রসঙ্গত, আগামী ২৩ নভেম্বর প্রখ্যাত মিউজিক কম্পোজ়ার পলাশ মুচ্ছলকে বিয়ে করতে চলেছেন স্মৃতি মান্ধানা। Happy Birthday Smriti Mandhana: ২৯ বছরেই কোটি কোটি টাকার মালকিন! স্মৃতি মান্ধানা কীভাবে এত আয় করেন? এই গায়ে-হলুদ অনুষ্ঠান উপলক্ষ্যে নাচ-গানের আয়োজন করা হয়েছিল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ডান্স ফ্লোরে দেখতে পাওয়া যায় শেফালি বর্মা, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল, রেনুকা সিং, শিভালি শিন্ডে, রাধা যাদব এবং জেমিমা রডরিগসকে (Jemimah Rodrigues)। ইতিমধ্যে জেমিমার নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে। এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচে একটি লড়াকু শতরান করেছিলেন জেমিমা রডরিগস। 5 Facts About Smriti Mandhana: স্মৃতি মান্ধানার ব্য়াপারে ৫ অজানা তথ্য়, শুনলে অবাক হবেন আপনি! দেখে নিন ভিডিও: That’s why we were demanding Jemi asap, she’s such a mood. Also Smriti’s dance at the end ❤️ pic.twitter.com/M2oWJQev3m — Siya (@siyaagrawal18) November 21, 2025 শিবালি শিণ্ডের নাম হয়ত আপনাদের অনেকের কাছে অপরিচিত হতে পারে। শিবালি আসলে মহারাষ্ট্রের ক্রিকেটার। মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে রত্নাগিরি জেটস দলের হয়ে স্মৃতির সঙ্গে খেলেন তিনি। শ্রেয়াঙ্কার উপস্থিতিও এই অনুষ্ঠানে ছিল যথেষ্ট নজরকাড়া। উল্লেখ্য, ২০২৪ টি-২০ বিশ্বকাপে শেষবার শ্রেয়াঙ্কাকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া গিয়েছিল। তারপর থেকে তিনি খুব একটা জনসমক্ষে আসেননি। Smriti Mandhana Love Story: কীভাবে স্মৃতিকে 'দিল কী বাত' জানালেন পলাশ? জেনে নিন হাঁড়ির খবর বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন স্মৃতি-পলাশ বিগত কয়েক বছর ধরে স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল (Palash Muchhal) একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁরা ছবি শেয়ার করেছেন। ইতিপূর্বে, আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ার পর স্মৃতি এবং পলাশকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর বিশ্বকাপ জয়ের পরও ট্রফি নিয়ে তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া যায়। টিম ইন্ডিয়া বিশ্বকাপ জয়ের পর থেকেই শোনা যাচ্ছিল, স্মৃতি এবং পলাশ শীঘ্রই বিয়ে করবেন। অবশেষে দুজনে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 22 Nov 2025 2:44 pm

Gratuity: ১ বছর চাকরি করলেই এবার মিলবে গ্র্যাচুইটি, বেসরকারি কর্মীদের মনে স্বস্তির হাওয়া!

Private Sector Employees, Gratuity: শুক্রবার, অর্থাৎ ২২ নভেম্বর ঘোষিত হয়েছে এই বদল। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে এই পদক্ষেপের কারণ হল শ্রমিকদের জন্য ভাল মজুরি ও একাধিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। এতে সবচেয়ে বেশি সুবিধা পাবেন গিগ ওয়ার্কার, শ্রমিক ও অস্থায়ী কর্মীরা।

টিভি 9 বাংলা 22 Nov 2025 2:44 pm

Search |হামাসের ‘পাতালপুরী’-তে তল্লাশি

জেরুজালেম: প্যালেস্তাইনের বিদ্রোহী গোষ্ঠী হামাসের (Hamas) সঙ্গে ইজরায়েলের (Israel) সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে নামেই। লড়াই থামেনি। এই পরিস্থিতিতে প্যালেস্তাইনের রাফায় হামাসের এক গোপন সুড়ঙ্গের খোঁজ পেল আইডিএফ-এর (IDF) দুই এলিট ইউনিট। তারা জানিয়েছে, সুড়ঙ্গটি মাটি থেকে ২৫ মিটার গভীরে। সাত কিলোমিটার বিস্তৃত সুড়ঙ্গটি (Tunnel) যেন পাতালপুরী। তাতে ৮০টি ঘর। সুড়ঙ্গে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ইজরায়েলি […] The post Search | হামাসের ‘পাতালপুরী’-তে তল্লাশি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 2:41 pm

Harman Sidhu Death: মাত্র ৩৭-এ থামল সুরেলা সফর, সড়ক দুর্ঘটনায় গাড়ি দুমড়েমুচড়ে শেষ! মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়কের

Harman Sidhu Passes Away: সদ্যই না ফেরার দেশে চলে গিয়েছেন বিশিষ্ট পঞ্জাবি গীতিকার নিম্মা লোহারকা। দীর্ঘ রোগের সঙ্গে লড়াই করে অবশেষে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গিয়েছেন। ৪৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিম্মা লোহারকার মৃত্যুতে পঞ্জাবি সংগীতের জগতে নেমে এসেছে শোকের ছায়া। সেই রেশ কাটতে না কাটতেই পঞ্জাবি সংগীতের দুনিয়ায় ফের নক্ষত্রপতন। প্রয়াত বিখ্যাত পঞ্জাবি গায়ক হরমন সিধু। শনিবার মানসা জেলার খিয়ালা গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। PTC নিউজের তথ্য অনুযায়ী, মানসা–পটিয়ালা রোডে খিয়ালা গ্রামের কাছে তাঁর গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের প্রভাব এতটাই ভয়াবহ ছিল গাড়িটি পুরো চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই হরমন সিধুর মৃত্যু হয়। মৃত্যুকালে গায়ক রেখে গেলেন তাঁর স্ত্রী ও কন্যাকে। দেড় বছর আগে মারা গিয়েছেন হরমনের বাবা-ও। পঞ্জাবি গায়কের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ভক্তরা। হৃদয়বিদারক খবর সামনে আসতেই যেন একপ্রাকর স্তব্ধ পঞ্জাবি বিনোদন জগৎ। আরও পড়ুন ICU-তেই সব শেষ! মাত্র ৩৫ এ থামল সুরেলা সফর, সংগীতের নক্ষত্রপতনে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর জনপ্রিয় পাঞ্জাবি গায়ক হরমন সিধু যিনি মিস পূজার সঙ্গে হিট গান 'পেপর বা পেয়ার'–এর জন্য সকলের কাছে বিশেষ পরিচিত। মাত্র ৩৭ বছরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাঁর অকাল মৃত্যুর খবরে ভেঙে পড়েছে পরিবার। স্থানীয় বাসিন্দা নাজার সিং নূর জানান, এই ঘটনায় বেঁচে থাকার কোনও সম্ভাবনাই ছিল না। তরুণ এই গায়কের আকস্মিক মৃত্যুতে পুরো অঞ্চল, তাঁর ভক্তরা এবং পঞ্জাবি সংগীতজগত গভীর শোকে মুহ্যমান। আরও পড়ুন 'বেলা'-র বিদেশ জার্নির আগেই সব শেষ! প্রয়াত অভিনেত্রী-পরিচালক ভদ্রা বসু, শোকস্তব্ধ বেনী সহ বাংলা ইন্ডাস্ট্রি বহু শিল্পী ও সংগীতজগতের ব্যক্তিত্ব তাঁদের শোকজ্ঞাপন করেছেন। গীতিকার হিসেবেও তিনি ছিলেন সকলের পছন্দের পাত্র। হরমনের লেখা অনেক গানই শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। পাঞ্জাবি সঙ্গীতজগত আরও এক প্রতিভাকে খুব তাড়াতাড়ি হারাল সে কথা বলার অবকাশই রাখে না। হরমনের উল্লেখযোগ্য জনপ্রিয় গানের তালিকায় রয়েছে Koi Chakkar Nai, Bebe Bapu, Babbar Sher, and Multan VS Russia-সহ আরও অনেক। আরও পড়ুন ৫০-এর আগেই থামল সুহানা সফর, সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন! জীবনাবসান কিংবদন্তি গীতিকারের

ইন্ডিয়ান এক্সপ্রেস 22 Nov 2025 2:37 pm

আকাশপথেই অসুস্থতা, বিমানের জরুরি অবতরণ কলকাতায়, তাও হল না শেষ রক্ষা!

কানাডার ভ্যাঙ্কুভার থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইটে (AI 186) শুক্রবার রাতে এক ৭০ বছর বয়সী যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানটি কলকাতায় অবতরণ করে তাকে নামানো হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। মৃত ব্যক্তির নাম দিল্লির বাসিন্দা দলবীর সিং। ফ্লাইটে ওঠার কিছুক্ষণ পর থেকেই তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্টের অভিযোগ করেন। বিষয়টি কেবিন ক্রু পাইলটকে জানালে তাৎক্ষণিকভাবে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়। রাত প্রায় ৯টা ১৫ মিনিটে সিংকে দে-বোর্ড করা হয়। এরপর বাকি যাত্রীদের নিয়ে বিমানটি রাত ১০টা ১০ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেয়। আরও পড়ুন- West Bengal News Live Updates: ভুল প্রশ্নে সব পরীক্ষার্থীই নম্বর পাবেন, বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, স্বস্তিতে TET পরীক্ষার্থীরা এয়ার ইন্ডিয়া এখনও এই ঘটনায় কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এক সিনিয়র বিমানবন্দর কর্মকর্তা জানান, “শোনা গেছে তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলছিলেন। আগেই তার কোনও শারীরিক সমস্যা ছিল কি না, তা জানা যায়নি।” পুলিশ সূত্রে জানা গেছে, সিংয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার দেহ আর.জি. কর হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় নথিপত্র যাচাই সাপেক্ষে দেহ হস্তান্তর করা হবে। আরও পড়ুন- Mamata Banerjee: SIR ইস্যুতে ফের পথে মমতা, মঙ্গলে বনগাঁয় তৃণমূলের শক্তি প্রদর্শন উল্লেখ্য, গত জুন মাসেও একই ফ্লাইটে এমন আরেকটি ঘটনা ঘটে। ১৬২ জন যাত্রী ও ক্রু নিয়ে নির্ধারিত টেকনিক্যাল হাল্টের পর বিমানটি দিল্লির উদ্দেশে উড়ে যায়। তবে প্রায় ২৫ মিনিট আকাশে থাকার পর এক মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিমানটি আবার কলকাতায় ফিরে আসে। তাকে নামানোর পর হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়। আরও পড়ুন- Eastern Railway: যাত্রীদের সুবিধার্থে দুরন্ত পদক্ষেপ রেলের, দীর্ঘদিনের দাবি পূরণে আনন্দের বন্যা!

ইন্ডিয়ান এক্সপ্রেস 22 Nov 2025 2:29 pm

Mohammed Shami: ‘কপালে’ না থাকলে… মহম্মদ সামির স্বপ্নে কোথায় কাঁটা?

Team India: দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য মহম্মদ সামি। তাঁর জন্য ভারতীয় টিমের দরজা কবে খুলবে? এই প্রশ্ন ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে। আর সামির মনে এই সময় কী চলছে? বাংলার তারকা পেসার একইসঙ্গে জানিয়েছেন, কপালে যা আছে, ঠিক সেটাই হবে। কোন বিষয়টা আটকাচ্ছে সামিকে ভারতীয় টিমে ফেরাতে?

টিভি 9 বাংলা 22 Nov 2025 2:28 pm

Harassment Report |কিশোরের আত্মহত্যায় ১৮ মাসের হেনস্তার রিপোর্ট

জয়পুর ও নয়াদিল্লি : দিল্লি, জয়পুর, রেওয়া…। কোথাও শিক্ষকদের দুর্ব্যবহার-মারধর, কোথাও আবার সহপাঠীর সঙ্গে মান-অভিমান, বিভিন্ন অভিযোগে পড়ুয়াদের পরের পর আত্মঘাতী হওয়ার ঘটনা গোটা দেশের স্কুলশিক্ষার কাঠামোকেই যেন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দিনকয়েক আগে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করেছিল দিল্লির একটি নামী স্কুলের পড়ুয়া বছর ১৬-র শৌর্য প্যাটেল। সুইসাইড নোটে স্কুলের শিক্ষকদের […] The post Harassment Report | কিশোরের আত্মহত্যায় ১৮ মাসের হেনস্তার রিপোর্ট appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 2:24 pm

‘ফেল কড়ি মাখো তেল’, কলকাতার নামী হাসপাতাল থেকে গ্রেপ্তার ২ দালাল

হাসপাতালে দালালচক্র নিয়ে ভুরি ভুরি অভিযোগ।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 2:24 pm

২৪ ঘণ্টা না কাটতেই ফের ভূমিকম্প বাংলাদেশে! কেঁপে উঠল ঢাকা সংলগ্ন এলাকা

রিখটার স্কেলে কম্পনমাত্রা ৩.৩ বলে জানা গিয়েছে।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 2:22 pm

নৌসেনার গোপন তথ্য পাকিস্তানে পাচার, কর্নাটকে গ্রেপ্তার দুই ‘পাক-চর’

তাঁরা উত্তরপ্রদেশের বাসিন্দা।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 2:21 pm

‘পারফরম্যান্সটা দেখো’, ভেঙে পড়া তেজস বিমানের চালক বলেছিলেন বাবাকে!

এয়ার শোয়ের ভিডিও দেখতে দেখতেই প্রবীণ মানুষটি জানতে পারেন দুর্ঘটনার কথা।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 2:21 pm

Kolkata: ‘গাড়ি দাঁড় করালেই টেনে নেব’, বলে দিলেন মেয়র

Firhad Hakim: কলকাতার রাস্তার ধারে গাড়ি দাঁড় করানোর ছবি নতুন নয়। শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় এমন ছবি। এবার সেই পার্কিং নিয়ে নির্দেশিকা জারি করল কলকাতা পুরনিগম। দিল্লি বিস্ফোরণের পর সতর্কতা আরও বাড়ানো হয়েছে।

টিভি 9 বাংলা 22 Nov 2025 2:18 pm

বিহারে এনডিএ সরকারকে সমর্থনে রাজি! বড়সড় ঘোষণা ওয়েইসির, চাপালেন শর্তও

আরও জাঁকিয়ে বসবে বিজেপির বি টিম তকমা?

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 2:16 pm

হালিশহরের বাড়িতে চাষে ব্যস্ত ইউভান-ইয়ালিনি, রাজ-শুভশ্রীর ‘প্যারেন্টিং’য়ে মুগ্ধ নেটভুবন

বাড়ির বাগান থেকে দুই খুদের কীর্তি শেয়ার করলেন 'সুপারস্টার মা'।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 2:13 pm

অশোক ঘোষের সঙ্গে মমতার ছবি দিয়ে পোস্ট! বিতর্ক উঠতেই কী সাফাই ফরওয়ার্ড ব্লকের?

ওই ছবি পোস্টের নেপথ্যে অন্য তাৎপর্যপূর্ণ দেখছে রাজনৈতিক মহলের একাংশ।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 2:13 pm

Fighter Jet Tejas Crashed: দুর্ঘটনার কবলে তেজস, বিরাট ধাক্কা খেল HAL-ও!

LCA Tejas, HAL: দুবাই এয়ার শো-তে কসরত দেখানোর সময় ভারতীয় সময় বিকাল ৩টে ৪০ মিনিট নাগাদ ভেঙে পড়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান। এই দুর্ঘটনা বিশ্ব দরবারে তেজসের রফতানির সম্ভাবনাকে কিছুটা হলেও ধাক্কা দিল। আর সেই ধাক্কা কীভাবে কাটিয়ে ওঠে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড ও কেন্দ্র, সেটাই দেখার।

টিভি 9 বাংলা 22 Nov 2025 2:08 pm

FD interest rates:এই সাতটি ব্যাঙ্ক বিনিয়োগের উপর দিচ্ছে সর্বোচ্চ সুদ, FD করার আগে যাচাই করে ইনভেস্ট করুন

FD interest rates Investment : বিনিয়োগকারীদের কাছে স্থায়ী আমানত (FD) এখনও অন্যতম জনপ্রিয় নিরাপদ বিনিয়োগ মাধ্যম। বেশিরভাগ বড় বাণিজ্যিক ব্যাংকই এফডিতে প্রায় কাছাকাছি হারে সুদ অফার করে। তবে বড় অঙ্কের অর্থ দীর্ঘমেয়াদে জমা রাখার সময় বিভিন্ন ব্যাংকের সুদের হার তুলনা করা অত্যন্ত জরুরি। কারণ মাত্র ৫০ বেসিস পয়েন্টের পার্থক্য দীর্ঘ মেয়াদে বড় অঙ্কের অতিরিক্ত আয় এনে দিতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, ১০ লাখ টাকার তিন বছরের এফডিতে অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ মানে প্রায় ১৫,000 টাকা বেশি আয়। আর ২০ লাখ টাকার ক্ষেত্রে এই বাড়তি আয় হতে পারে ৩০,000 টাকা পর্যন্ত। এবার দেখে নেওয়া যাক, ভারতের শীর্ষ কয়েকটি ব্যাংক দীর্ঘমেয়াদি এফডিতে কত সুদের হার দিচ্ছে। আরও পড়ুন- সন্ত্রাসের আঁতুড়ঘর আল ফালাহ বিশ্ববিদ্যালয়? ভবিষ্যৎ ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তায় শ'য়ে শ'য়ে পড়ুয়া যে ৭টি ব্যাংক সর্বোচ্চ এফডি সুদের হার দিচ্ছে ১. এইচডিএফসি ব্যাংক (HDFC Bank) তিন বছরের এফডিতে সাধারণ গ্রাহকদের ৬.৪৫% এবং সিনিয়র সিটিজেনদের ৬.৯৫% সুদ দিচ্ছে। ১৮–২১ মাস মেয়াদে সর্বোচ্চ সুদ অফার করে এই ব্যাঙ্ক। ২. আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank) তিন বছরের এফডিতে সাধারণ গ্রাহকদের ৬.৬% এবং সিনিয়র সিটিজেনদের ৭.২% সুদ প্রদান করে এই ব্যাঙ্ক। ৩. কোটাক মহিন্দ্রা ব্যাংক (Kotak Mahindra Bank) তিন বছরের এফডিতে সাধারণ গ্রাহকদের ৬.৪% এবং সিনিয়রদের ৬.৯% সুদ। সবচেয়ে বেশি সুদ (৬.৭% ও ৭.২%) পাওয়া যায় ৩৯১ দিন থেকে ২ বছরের কম মেয়াদে। ৪. ফেডারেল ব্যাংক (Federal Bank) তিন বছরের এফডিতে সাধারণদের জন্য ৬.৭% এবং সিনিয়র সিটিজেনদের ব্যাঙ্ক ৭.২% হারে সুদ অফার করে। ৫. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তিন বছরের এফডিতে সাধারণ গ্রাহকদের ৬.৩% এবং সিনিয়র সিটিজেনদের ৬.৮% হারে সুদ প্রদান করে এসবিআই। ২–৩ বছরের মেয়াদে ব্যাংকটির সর্বোচ্চ সুদ ৬.৪৫% এবং ৬.৯৫%। ৬. কানাড়া ব্যাংক (Canara Bank) তিন বছরের এফডিতে সাধারণ গ্রাহকদের ৬.২৫% এবং সিনিয়র সিটিজেনদের ৬.৭৫% হারে সুদ অফার করে । ৪৪৪ দিনের এফডিতে সর্বোচ্চ সুদ ৬.৫% ও ৭% সুদ প্রদান করে কানাড়া ব্যাঙ্ক। ৭. ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (Union Bank of India) তিন বছরের এফডিতে সাধারণ গ্রাহকদের ৬.৬% এবং সিনিয়র সিটিজেনদের ৭.১% সুদ দিচ্ছে। আরও পড়ুন- কীভাবে ঘরে বসে ২ মিনিটেই SIR ফর্ম অনলাইনে ফিলআপ করবেন? জমা হয়েছে কিনা জানবেন কী করে? আরও পড়ুন- বিয়ের মরসুমে সকাল সকাল বিরাট খুশির খবর, তুমুল সস্তা হল সোনার দাম, কলকাতার দর জানলে চমকে যাবেন আরও পড়ুন- হিন্দু না থাকলে পৃথিবী থাকবে না, হিন্দুত্ব নিয়ে বিরাট মন্তব্য মোহন ভাগবতের

ইন্ডিয়ান এক্সপ্রেস 22 Nov 2025 2:02 pm

Bankura: চুরির অপবাদ দিয়ে পরিচারিকাকে শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় পুলিশকর্তা

Bankura Police: পরিচারিকার পরিবারের লোকজন আধিকারিকের হাতে পায়ে ধরলেও কোনও লাভ হয়নি। উল্টে ওই আধিকারিক পরিচারিকার দিদিকে শ্লীলতাহানি করেন ও কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। এরপর শুক্রবার ফের পরিচারিকাকে বাড়িতে ডেকে ওই আধিকারিক দীর্ঘক্ষন ধরে মারধর ও শারিরীক নির্যাতন করেন বলে অভিযোগ।

টিভি 9 বাংলা 22 Nov 2025 1:57 pm

Chopra BLO |অতিরিক্ত কাজের চাপ! চোপড়ায় অসুস্থ বিএলও, ভর্তি হাসপাতালে

চোপড়া: এসআইআর (SIR) সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপ! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চোপড়া ব্লকের এক বুথ লেভেল অফিসার (বিএলও) (Chopra BLO)। হাসপাতালের বেডে বসেই এনুমারেশন ফর্ম আপলোড করে চলেছেন তিনি। চোপড়া (Chopra) ব্লকের জাগিরবস্তি ১৮৮ নম্বর বুথের বিএলও মুস্তফা কামাল। তিনি জানান, ৯১৮টি ফর্ম বিলি করেছেন তিনি। টানা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা নিতে […] The post Chopra BLO | অতিরিক্ত কাজের চাপ! চোপড়ায় অসুস্থ বিএলও, ভর্তি হাসপাতালে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 1:56 pm

Bankura: মৃত্যুতে রহস্য? কেন সেদিন পরীক্ষা দিতে গেলেন না রাহুল!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কালপাথর এলাকার সরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রাহুল মাজি। প্রথম থেকে কলেজ লাগোয়া একটি মেসে থেকেই পড়াশোনা করতেন তিনি। শুক্রবার মেসের অন্যান্য পড়ুয়ারা বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দিতে যান কিন্তু রাহুল যাননি।

টিভি 9 বাংলা 22 Nov 2025 1:53 pm

BLO Death |বাইকে ধাক্কা পিকআপ ভ্যানের! দুর্ঘটনায় প্রাণ হারালেন বিএলও

বিশ্বজিৎ সাহা, মাথাভাঙ্গা: বৃহস্পতিবার রাতে মাথাভাঙ্গা–শীতলকুচি সড়কের ওপর ধরলা সেতুর পাশ দিয়ে প্রতিদিনের মতো মোটরবাইকে বাড়ি ফিরছিলেন প্রাথমিক শিক্ষক এবং বিএলও’র দায়িত্বপ্রাপ্ত ললিত অধিকারী। হঠাৎ একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে তাঁর বাইকে। অন্ধকার রাস্তায় মুহূর্তের মধ্যে ছিটকে পড়েন ললিত। পরে জখম অবস্থায় তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কোচবিহারের এক নার্সিংহোমে […] The post BLO Death | বাইকে ধাক্কা পিকআপ ভ্যানের! দুর্ঘটনায় প্রাণ হারালেন বিএলও appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 1:49 pm

IND vs SA: উইকেটে থিতু বাভুমা-স্টাবস জুটি, পার্টনারশিপ ভাঙার অঙ্ক কষছেন বুমরারা

India vs South Africa: ইডেন টেস্টের মতো টস জিতে এই ম্যাচেও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা। ওপেনিং জুটি ঠিকঠাকই এগোচ্ছিল। আর শুরু থেকেই উইকেটের খোঁজ চালিয়ে যাচ্ছিলেন ভারতীয় বোলাররা। লাঞ্চ বিরতি অবধি ভারত ২টি উইকেট তুলতে পেরেছে।

টিভি 9 বাংলা 22 Nov 2025 1:46 pm

Al Falah University: সন্ত্রাসের আঁতুড়ঘর আল ফালাহ বিশ্ববিদ্যালয়? ভবিষ্যৎ ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তায় শ'য়ে শ'য়ে পড়ুয়া

Al Falah University: আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস মডিউলের অভিযোগ ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে পড়েছেন প্রায় ৬০০ মেডিক্যাল পড়ুয়া। ১০ নভেম্বর লালকেল্লার কাছে বিস্ফোরণে কমপক্ষে ১৫ জনের মৃত্যুর পরই প্রতিষ্ঠানটির উপর শুরু হয়েছে জোরদার নজরদারি। তার আগে পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি ছিল ইউজিসি স্বীকৃত, NAAC-অ্যাক্রেডিটেশন। ক্যাম্পাসজুড়ে ঝলমলে প্রচারপত্রে ‘প্রিমিয়ার মেডিক্যাল কলেজ’-এর পরিচয়ই ফুটে উঠত। কিন্তু বিস্ফোরণের দায়ে একের পর এক গ্রেফতারি বদলে দিয়েছে ছবিটা। হাসপাতালের সহকারী অধ্যাপক ড. উমর উন নবি, বিস্ফোরকভর্তি গাড়ি চালিয়েছিলেন, ড. মুজাম্মিল শাকিলের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপূল বিস্ফোরক এবং পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়েদ আহমেদ সিদ্দিকিকে ৪১৫ কোটি টাকার “proceeds of crime”-এর অভিযোগে ED হেফাজতে নেওয়া সব মিলিয়ে প্রতিষ্ঠানটি রাতারাতি 'হোয়াইট কলার মডিউল'-এর আঁতুড়ঘর’-এ পরিণত হয়েছে। আরও পড়ুন- কীভাবে ঘরে বসে ২ মিনিটেই SIR ফর্ম অনলাইনে ফিলআপ করবেন? জমা হয়েছে কিনা জানবেন কী করে? পড়ুয়াদের মধ্যে এখন আতঙ্ক চরমে এই পরিস্থিতিতে পড়ুয়াদের মধ্যে এখন আতঙ্ক চরমে। উত্তরপ্রদেশের এক পিজি MBBS ছাত্র ক্যাম্পাস ছাড়ার সময় NDTV-কে বলেন, “বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে আমাদের ভবিষ্যৎ কী হবে? পাঁচ বছরের NEET-এর লড়াই, লাখ লাখ টাকা খরচ—সবকিছুই শেষ হয়ে যাবে। যদি NMC স্বীকৃতি বাতিল করে দেয়, তবে এই ডিগ্রির কোন মূল্য থাকবে না। বিশ্ববিদ্যালয় তদন্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হলেও, কর্তৃপক্ষ জানিয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সবকটি অর্থাৎ ১৫০টি MBBS আসন ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। ২০১৯ সালে অনুমোদন পাওয়া এই কলেজের ফি অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় কম হওয়ায় পড়ুয়াদের আগ্রহ এখনও রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। এদিকে, প্রথম বর্ষের এক ছাত্রীর বাবা রাজেশ শর্মা জানান, “আমার মেয়েকে ডাক্তার বানানোই ছিল স্বপ্ন। এখন কোথায় যাব? মাঝপথে কোনও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ নেই। সরকারি কলেজেও ভর্তির সুযোগ নেই। এখন কলেজ ছাড়লে এক বছর নষ্ট হবে, আর থাকলে NMC স্বীকৃতি গেলেই সব শেষ।” আরও পড়ুন- বিয়ের মরসুমে সকাল সকাল বিরাট খুশির খবর, তুমুল সস্তা হল সোনার দাম, কলকাতার দর জানলে চমকে যাবেন এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপর নতুন করে প্রশ্ন উঠেছে NAAC অ্যাক্রেডিটেশন নিয়েও। ওয়েবসাইটে মেয়াদোত্তীর্ণ অ্যাক্রেডিটেশন প্রদর্শনের অভিযোগে NAAC নোটিস পাঠানোর পর বিশ্ববিদ্যালয় ‘প্রযুক্তিগত ত্রুটি’ ও ‘অবহেলা’ বলে ক্ষমা চেয়ে তথ্যটি সরিয়ে নেয়। একইসঙ্গে, AIU-এর সদস্যপদও হারিয়েছে প্রতিষ্ঠানটি। সন্ত্রাস মডিউলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে NMC চার চিকিৎসক—ড. মুজাফ্‌ফর আহমেদ, ড. আদিল আহমেদ রাথর, ড. মুজাম্মিল গনাই এবং ড. শাহিন শাহিদকে চিরতরে Indian Medical Register থেকে বাদ দিয়েছে। UAPA-র মামলায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হস্টেলে থাকা ৬০০-এর বেশি ছাত্রছাত্রী এখন একমাত্র ভরসা হিসেবে দেখছেন NMC-কে। “আমাদের ভবিষ্যৎ বাঁচানোর দায়িত্ব NMC-এর। অভিযুক্তদের কড়া শাস্তি হোক, তদন্ত হোক—সবই চাই। কিন্তু আমাদের ক্যারিয়ার নষ্ট করা যাবে না,” বলেন লখনউয়ের এক ফাইনাল ইয়ার ছাত্র। প্রয়োজনে অন্য কলেজে স্থানান্তর বা মর্জারের দাবিও তুলেছেন তারা। আরও পড়ুন- হিন্দু না থাকলে পৃথিবী থাকবে না, হিন্দুত্ব নিয়ে বিরাট মন্তব্য মোহন ভাগবতের তদন্ত জোরদার করতে ফরিদাবাদ পুলিশ কমিশনার সতেন্দ্র কুমার গুপ্তা একটি SIT গঠন করেছেন। সন্ত্রাস মডিউলের তহবিল, বিস্ফোরকের উৎস, এবং আশপাশের গ্রামের বাসিন্দাদের জড়িত থাকার সম্ভাবনা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই সমস্ত অনিশ্চয়তার মধ্যেও ক্লাস কোনওভাবে চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। এক সিনিয়র ফ্যাকাল্টি বলেন, “আমরাও ভয় পাচ্ছি, কিন্তু এই ছাত্রদের মাঝপথে ছেড়ে যাওয়া আরও বড় অপরাধ হবে।” এখন তাকিয়ে রয়েছে সবাই—হরিয়ানা সরকারের রিপোর্ট, এবং কেন্দ্রের স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রকের সুপারিশ হাতে পাওয়ার পর NMC কী সিদ্ধান্ত নেয়, সেই দিকেই। আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: “কোথাও ১০০, কোথাও ৫০০! SIR নিয়ে তৃণমূলের নতুন ব্যবসা”, অধীরের চাঞ্চল্যকর দাবি

ইন্ডিয়ান এক্সপ্রেস 22 Nov 2025 1:45 pm

Murshidabad: বারুদের স্তূপে মুর্শিদাবাদ? ৩ সপ্তাহে বোমা উদ্ধার দেখে চোখ কপালে সবার

Bombs recovered in Murshidabad: পুলিশ সূত্রে খবর, নির্বাচনের আগে এলাকায় কোনওরকম অশান্তি ছড়ানোর আশঙ্কায় আগেভাগে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি, উদ্ধার হওয়া বিস্ফোরকের উৎস খুঁজতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদও চলছে। তবে বিধানসভা নির্বাচনের আগে এত বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক বাড়ছে। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে প্রায় ৩০ জনকে। বোমা উদ্ধারের তুলনায় গ্রেফতারের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে।

টিভি 9 বাংলা 22 Nov 2025 1:45 pm

‘গুগল এগিয়ে গিয়েছে, তবে…’ AI রেসে পিছিয়ে পড়ছেন, স্বীকার করেও কী বললেন অল্টম্যান?

ওয়েবসাইট ডিজাইন থেকে কোডিং- ওপেনএআইকে পিছনে ফেলে দিয়েছে সুন্দর পিচাইয়ের সংস্থা।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 1:43 pm

‘খারাপ’ লিখলেই রেগে আগুন ‘জেন্টালম্যান’ শাহরুখ! ফোন করে সাংবাদিকদের হুমকি দেন ‘কিং’?

পাপারাজ্জিদের সঙ্গে দুর্ব্যবহারের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়, শাহরুখের ক্ষেত্রে এমনটা প্রায় দেখাই যায় না। কিন্তু শাহরুখকে ঠিক যেভাবে দুনিয়া দেখে, সেটা নাকি সত্য়ি নয়। বাস্তবে শাহরুখে নাকি খুব বদমেজাজি! তাঁর নাকি খুবই ব্যবহার খারাপ! হ্য়াঁ, এমনটাই দাবি করলেন বলিউডের জনপ্রিয় বিনোদন সাংবাদিক পূজা সামান্ত।

টিভি 9 বাংলা 22 Nov 2025 1:41 pm

India-South Africa 2nd Test |সঙ্গী পিচ বিতর্ক! সিরিজ বাঁচানোর যুদ্ধে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া  

গুয়াহাটি: এ এক অদ্ভুত সন্ধিক্ষণ! নিজেদের পাতা ফাঁদে নিজেরা ডুবে যাওয়ার ধাক্কা কাটেনি এখনও। অধিনায়ক শুভমান গিলের চোট সারেনি এখনও। দলের কম্বিনেশনের গোলকধাঁধাও রয়েছে প্রবলভাবে। এমন অবস্থার মধ্যেই শনিবার থেকে গুয়াহাটির বর্ষাপাড়ার ক্রিকেট মাঠে শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চলতি সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। যে টেস্টের দিকে নজর গোটা ক্রিকেট দুনিয়ার। ঠিক […] The post India-South Africa 2nd Test | সঙ্গী পিচ বিতর্ক! সিরিজ বাঁচানোর যুদ্ধে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 1:35 pm

Mitchell Starc New Record: বল হাতে ঝরছে আগুন! অ্যাসেজে অভাবনীয় রেকর্ড গড়লেন স্টার্ক

Mitchell Starc: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫-২৬ অ্যাসেজ সিরিজ (Ashes Series 2025-26)। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) মধ্যে পারথ স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে এখনও পর্যন্ত বোলারদের দাপট চোখে পড়ার মতো। ম্য়াচের প্রথম দিন ১৯ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। দ্বিতীয় দিনও একই গল্পের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। তবে ম্য়াচের দ্বিতীয় দিন অজ়ি পেসার মিচেল স্টার্ক তাঁর কেরিয়ারে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন। দ্বিতীয় ইনিংসে জো রুটের উইকেটটা তাঁর কেরিয়ারে এক বড়সড় সাফল্য এনে দিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসে স্টার্ক ২০০ উইকেট শিকার করলেন। আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন স্টার্ক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে হাতেগোনা মাত্র কয়েকজন বোলারই প্রতিটা মরশুমে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পেরেছেন। সেই তালিকায় অবশ্যই থাকবে মিচেল স্টার্কের নাম। পারথ টেস্ট শুরু হওয়ার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসে স্টার্ক মোট ১৯১ উইকেট শিকার করেছিলেন। এরপর চলতি টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে তিনি ৭ উইকেট শিকার করেন। এরপর দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় উইকেট শিকার করতে না করতেই WTC ইতিহাসে ২০০ উইকেট পূরণ করে ফেললেন। এই সাফল্য অর্জনের তালিকায় আপাতত তৃতীয় স্থানে নাম রয়েছে স্টার্কের। প্রথম দুটো স্থানে যথাক্রমে রয়েছেন নাথান লিয়ন এবং প্যাট কামিন্স। WTC ইতিহাসে স্টার্ক এখনও পর্যন্ত ৫০ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ২০০-র বেশি উইকেট তাঁর ঝুলিতে চলে এসেছে। WTC ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারী বোলার নাথান লিয়ন - (অস্ট্রেলিয়া) - ২১৯ উইকেট প্যাট কামিন্স - (অস্ট্রেলিয়া) - ২১৫ উইকেট মিচেল স্টার্ক - (অস্ট্রেলিয়া) - ২০১* উইকেট রবিচন্দ্রন অশ্বিন - (ভারত) - ১৯৫ উইকেট জসপ্রীত বুমরাহ - (ভারত) - ১৮৩* উইকেট অ্যাসেজ ইতিহাসে এমন রেকর্ডের মালিক মাত্র ৩ বোলারই! পারথ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে কার্যত আগুন ঝরাচ্ছেন মিচেল স্টার্ক। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসের উইকেট শিকার করার পাশাপাশি এক নয়া কৃতিত্ব অর্জন করলেন তিনি। অ্যাসেজ ইতিহাসে স্টার্ক তৃতীয় বাঁ-হাতি বোলার যিনি একটি ম্য়াচে ১০ কিংবা তার বেশি উইকেট শিকার করলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসে এটাই স্টার্কের প্রথম ১০ উইকেট হওল। তবে গোটা কেরিয়ারে তিনি তৃতীয়বার এমন সাফল্যের শৃঙ্গ স্পর্শ করলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 22 Nov 2025 1:35 pm

SIR: ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগে এবার আরও কড়া কমিশন

SIR In WB: প্রথমে কেবল বিএলও-দের ফর্ম জমা নেওয়ারই কথা ছিল। সেই মতই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু পরে কমিশনের তরফে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হয়, ফর্ম জমা নিলেই হবে না, ডিজিটাইজেশন করতে হবে। এরপরই একাধিক জায়গায় বিএলও-দের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

টিভি 9 বাংলা 22 Nov 2025 1:35 pm

Chicken Neck |চিকেন নেকে আতঙ্কের হানি ট্র্যাপ

শুভঙ্কর চক্রবর্তী, কালিম্পং: গোপন তথ্য সংগ্রহের পুরোনো পদ্ধতি ‘হানি ট্র্যাপ’ বা যৌনতার ফাঁদ পেতে চিকেন নেকে (Chicken Neck) ভারতীয় সেনার পরিকল্পনা সহ নানা তথ্য জানতে সক্রিয় হয়েছে জঙ্গিরা। আনসারুল্লা বাংলা টিম (এবিটি) এবং আল-কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার স্লিপার সেল সেই কাজে উত্তরবঙ্গে সক্রিয় হয়েছে বলেই গোয়েন্দা সূত্রের খবর। শিলিগুড়ি, ডুয়ার্স এবং কালিম্পংয়ে হানি ট্র্যাপের অপারেটররা […] The post Chicken Neck | চিকেন নেকে আতঙ্কের হানি ট্র্যাপ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 22 Nov 2025 1:32 pm

‘চক্রব্যূহ থেকে বেরনো কঠিন’, উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফার ৪ মাস পর তাৎপর্যপূর্ণ মন্তব্য ধনকড়ের

গত ২১ জুলাই রাতে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড়।

সংবাদপ্রতিদিন 22 Nov 2025 1:30 pm