SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

পাঁচ বছরেও শেষ হয়নি রাস্তা, টাকা উধাওয়ের আশঙ্কা গ্রামবাসীর

পাঁচ বছরেও শেষ হয়নি সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ৷ দেখা মেলে না ঠিকাদার সংস্থারও। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের বরাদ্দ টাকা উধাও হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন।

আমাদেরমালদা 17 Nov 2025 5:57 pm

এবার অসমে SIR! তৃণমূল-সহ বিরোধীদের চাপের মুখে বড় ঘোষণা কমিশনের, কী হবে ডি-ভোটারদের?

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১০ ফেব্রুয়ারি।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 5:53 pm

নার্স পরিচয়ে মায়ের সঙ্গে আলাপ, খাস কলকাতার শিশু হাসপাতাল থেকে বাচ্চা নিয়ে উধাও মহিলা!

ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 5:53 pm

পাহাড়ের মতো আন্দোলন নয়, দাবিপূরণে সরকারি স্তরে আলোচনা চান ডুয়ার্সের গোর্খা সম্প্রদায়

সোমবার নাগরাকাটায় ‘ডুয়ার্স তরাই গোর্খা সম্মেলন’ নামে সংগঠন গড়লেন তাঁরা।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 5:51 pm

Shopping Receipt: কেনাকাটা করে বিল নিলেই বিপদ, লুকিয়ে রয়েছে মারণ রোগ!

Shopping Bill is Deadly: বেশিরভাগ শপিং রসিদ তৈরি হয় বিশেষ এক থার্মাল কাগজ দিয়ে। এই কাগজে লোড করা থাকে বিসফেনল এ বা BPA ও বিসফেনল এস বা BPS-এর মতো বিষাক্ত রাসায়নিক। ডাঃ ইলিয়ট ব্যাখ্যা করেছেন, এই বিষাক্ত রাসায়নিক অত্যন্ত দ্রুত আপনার রক্তে মিশে যেতে পারে।

টিভি 9 বাংলা 17 Nov 2025 5:45 pm

দুপেগ পেটে পড়লেই যৌনপল্লীতে… শতাব্দীকে কোন সতর্কবার্তা দিয়েছিলেন রবি ঘোষ?

কিংবদন্তি অভিনেতা রবি ঘোষের সঙ্গে বহু ছবিতেই অভিনয় করেছেন শতাব্দী। সেই সুবাদে রবি ঘোষকে বেশ কাছ থেকেই দেখেছেন তিনি। রবি ঘোষের মতো বিরাট মাপের অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে বার বার মুগ্ধ হয়েছেন শতাব্দী। তবে শতাব্দী জানতেন, ক্যামেরার সামনে রবি ঘোষ মজাদার অভিনয় করলেও, বাস্তবে তিনি ছিলেন একটি রাশভারি।

টিভি 9 বাংলা 17 Nov 2025 5:24 pm

হেরেছে দল, ভেঙেছে পরিবার! কোনওমতে জিতে ফের বিহারের বিরোধী দলনেতা তেজস্বী

কংগ্রেসের দাবি, বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে জিতিয়ে দিয়েছে তেজস্বীকে।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 5:23 pm

Temba Bavuma: ছোটা প্যাকেট, বড়া ধামাকা! বাভুমার হাতেই 'নবজাগরণ' মৃতপ্রায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের

Temba Bavuma: দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team) টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমার শারীরিক উচ্চতা যতই কম হোক না কেন, তাঁর মানসিক দৃঢ়তা হিমালয় পর্বতের কাঠিন্যকেও চুরমার করে দিতে পারে এক লহমায়। দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পর থেকেই এই ফরম্য়াটে প্রোটিয়া ব্রিগেড দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। বাভুমার নেতৃত্বেই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতে (India vs South Africa Test Match) এসে কলকাতা টেস্ট জেতার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। প্রসঙ্গত, ভারতের মাটিতে ১৫ বছর পর দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্য়াচ জিততে সক্ষম হয়েছে। IND vs SA, Eden Gardens Pitch Controversy: এমন উইকেট আদৌ গরিমা বাড়াল ইডেনের? ভারত হারতেই বিতর্কের ঝড় রেকর্ড বুকে নাম লেখাল টেম্বা বাভুমা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অধিনায়ক হিসেবে টেম্বা বাভুমা টেস্ট ক্রিকেটে ১০ ম্য়াচ জয় করল। এই জয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে এক নয়া রেকর্ড কায়েম করেছেন তিনি। টেস্ট ফরম্য়াটে দ্রুততম ১০ ম্যাচজয়ী অধিনায়ক হিসেবে নাম লিখিয়েছেন তিনি। এই তালিকায় তিনি বেন স্টোকসের রেকর্ড ভেঙে দিয়েছেন। বেন স্টোকস অধিনায়ক হিসেবে ১২ ম্যাচ খেলে তার মধ্যে ১০ ম্যাচে জয়লাভ করেছিলেন। রিকি পন্টিং ১৩ ম্যাচ খেলে তার মধ্যে ১০ ম্যাচে জয়লাভ করেছিলেন। বাভুমা এই কৃতিত্ব ১১ ম্যাচেই অর্জন করেছেন। IND vs SA Highlights Cricket Score, 1st Test: লজ্জার সাক্ষী ইডেন গার্ডেন্স, জেতা ম্য়াচ হেরে গেল ভারত বাভুমার অধিনায়কত্বে একটাও টেস্ট ম্য়াচ হারেনি দক্ষিণ আফ্রিকা বাভুমার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত ১১ ম্য়াচ খেলে ১০ ম্য়াচে জয়লাভ করেছে। আর একটা ম্য়াচ ড্র হয়েছে। অর্থাৎ বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত একটাও ম্য়াচ হারেনি। অর্থাৎ, টেম্বা টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করার অর্থই হল দক্ষিণ আফ্রিকা সেই ম্য়াচে জয়লাভ করবে। IND vs SA Highlights Cricket Score, 1st Test: তৃতীয় দিনই 'খতম' ইডেন টেস্ট? খারাপ উইকেট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স টেম্বা বাভুমার এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালে টেম্বা বাভুমাকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়। তারপর থেকে ব্যাট হাতেও তিনি যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন। ১১ ম্যাচে তিনি ব্যাট হাতে ৫৭.০০ ব্যাটিং গড়ে ৯৬৯ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে তিনটে শতরান বেরিয়ে এসেছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আয়োজিত আগামী ম্য়াচে অধিনায়ক হিসেবে তিনি ১,০০০ রানও পূরণ করতে পারেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ৫৫ রান করেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। Eden Test Record, IND vs SA: ইডেনে দ্বিতীয়বার দেখা গেল এমন দৃশ্য! নেপথ্যে বুমরাহের ঘাতক বোলিং বাভুমার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা জিতেছিল WTC খেতাব গত কয়েক বছরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল তিনটে ফরম্যাটেই ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছে। টি-২০ বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল নকআউট পর্যন্ত রাস্তা প্রশস্থ করেছিল। কিন্তু, ফাইনালে তারা হেরে যায়। কিন্তু, টেম্বা বাভুমার নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা ওঠে এবং শেষপর্যন্ত খেতাব জয় করে। এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল কোনও আইসিসি খেতাব জয় করল। WTC 2023-25 ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়লাভ করেছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 5:23 pm

Black Pepper & Black Salt: গোলমরিচ আর কালো লবণে মাত্র ১৫ মিনিটেই বিরাট ম্যাজিক! যা ঘটবে, ভাবতেই পারবেন না

Black Pepper & Black Salt: গোলমরিচ এবং কালো লবণ এমন দুটি জিনিস, যা আমাদের রান্নাঘরে প্রায় সব সময়ই পাওয়া যায়। কিন্তু অনেকেই জানেন না, এই সাধারণ দুটি মশলার মধ্যে লুকিয়ে আছে অসাধারণ ঔষধি গুণ। বিশেষ করে যাঁরা পেটের সমস্যা, বদহজম, গ্যাস, অ্যাসিডিটি বা পেট ফাঁপায় ভোগেন, তাঁদের জন্য গোলমরিচ এবং কালো লবণের মিশ্রণ হতে পারে একটি অত্যন্ত কাজের এবং আয়ুর্বেদিক সমাধান। এই ব্যাপারে আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা বিশেষজ্ঞ ডা. সেলিম জাইদি জানিয়েছেন, সামান্য পরিমাণে গোলমরিচ, কালো লবণ এবং পার্সলে বীজ নিয়মিত খেলে হজম শক্তি দ্রুত বৃদ্ধি পায়। আর, মাত্র ১৫ মিনিটের মধ্যেই শরীরে পরিবর্তন দেখা যায়। আধুনিক জীবনযাত্রার চাপে আজকাল বেশিরভাগ মানুষই হজমজনিত সমস্যায় ভোগেন। অনিয়মিত খাদ্যাভ্যাস, ফাস্ট ফুড, রাত জাগা, মানসিক চাপ—এসবের ফলে পেটে জ্বালা, ঢেকুর, অ্যাসিডিটি, অম্বল, বদহজম এবং গ্যাসের সমস্যা বাড়ছে। অনেকেই সাময়িক স্বস্তির জন্য অ্যান্টাসিড বা অন্যান্য ওষুধ খাচ্ছেন। যা কিছুটা উপশম দেয় ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতিও করে। তাই বিশেষজ্ঞরা আয়ুর্বেদিক পদ্ধতি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। যেখানে মশলা ও আয়ুর্বেদিক উপাদান আমাদের শরীরকে সহজে আরোগ্য লাভ করতে সাহায্য করে থাকে। আরও পড়ুন- বারবার হাই তোলার আসল কারণ কী, জানেন হাই তোলার সমস্যা কেন বাড়ে? জোয়ানে থাইমল নামের এক শক্তিশালী যৌগ থাকে, যা পাকস্থলিতে গ্যাস্ট্রিক রসের নিঃসরণ বাড়িয়ে হজম প্রক্রিয়াকে দ্রুত সক্রিয় করে। খাবার হজম হতে যে সময় লাগে, সেই সময় ক্রমশ কমে আসে এবং শরীরে খাবার ভাঙতে কম শক্তি ব্যয় করে। এই কারণে বদহজম, পেট ব্যথা, গ্যাস জমে থাকা বা পেট ফাঁপার মত সমস্যা দ্রুত কমে আসে। কালো লবণ এই উপকারিতাকে আরও বাড়িয়ে দেয়। এতে থাকা খনিজ শরীরের অ্যাসিড-ক্ষারের ভারসাম্য বজায় রাখে এবং পাকস্থলির অস্বস্তি দূর করে। গোলমরিচ শরীরে তাপ উৎপন্ন করে, রক্তসঞ্চালন বাড়ায় এবং এনজাইম নিঃসরণ বাড়িয়ে হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে তোলে। আরও পড়ুন- আলঝাইমার্স রোগ শুরুর আগে দেখা যায় এই ৬ সাধারণ লক্ষণ, যা দেখে শুরুতেই হোন সতর্ক বিশেষজ্ঞদের মতে, পার্সলে বীজ ও কালো লবণ যদি গুঁড়ো করে প্রতিদিন নিয়মিত খাওয়া যায়, তবে তা উল্লেখযোগ্যভাবে হজম শক্তিকে বাড়িয়ে তোলে। খুব সহজেই এটি বাড়িতে তৈরি করা যায়। পার্সলে বীজকে কম আঁচে ভেজে গুঁড়ো করে নিন এবং এর সঙ্গে সামান্য কালো লবণ মিশিয়ে একটি বায়ুরোধী পাত্রে রেখে দিন। প্রতিদিন খাবারের ১৫-২০ মিনিট পরে আধা চা চামচ পার্সলে গুঁড়ো গরম জলের সঙ্গে খেলে মাত্র কয়েক দিনের মধ্যেই উল্লেখযোগ্য ফল পাওয়া যায়। যাঁরা নিয়মিত বুক জ্বালা, অ্যাসিডিটি বা ঢেকুর ওঠার সমস্যায় ভোগেন, তাঁদের জন্য এই মিশ্রণ অত্যন্ত উপকারী। জোয়ান জলের উপকারিতা এছাড়াও, জোয়ান জলও খুব উপকারী। এক গ্লাস জলে দুই চা চামচ জোয়ান ফুটিয়ে ছেঁকে নিলে তৈরি হয় হজম উন্নতকারী পানীয়। এটি সকালে বা সন্ধ্যায় খাবারের পরে খেলে পেটের তাপ কমে, গ্যাস জমে থাকার প্রবণতা কমে যায় এবং অ্যাসিডিটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এমনকী দীর্ঘদিনের পেটের অস্বস্তি থেকেও মুক্তি পাওয়া যায় জোয়ান জল খেলে। আরও পড়ুন- গরম নাকি ঠান্ডা, শীতকালে কোন জলে স্নান করলে আপনি থাকবেন সুস্থ? বিস্তারিত জানুন এখানে! ধীরে ধীরে, এই সামান্য অভ্যাসটি আপনার পুরো হজম প্রক্রিয়াকে বদলে দেয়। এতে শরীর আরও হালকা লাগে, খাবারের পর অস্বস্তি কমে যায়, এবং দীর্ঘদিনের পেটের সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। সবচেয়ে বড় বিষয় হল—এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক, কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং সাশ্রয়ী। আরও পড়ুন- রাশির বিরল পরিবর্তন, বিশেষ তিথিতে কার্তিক পুজো, কেন এবারের আরাধনাকে বিরাট শুভ মনে করা হচ্ছে? প্রতিদিনের খাবারে মশলা হিসেবে যে গোলমরিচ ও কালো লবণ ব্যবহার করেন, তা সঠিক পদ্ধতিতে গ্রহণ করলে হজম শক্তি, অন্ত্রের স্বাস্থ্য এবং সামগ্রিক পেটের সমস্যার ওপর চমকপ্রদ প্রভাব ফেলে। মাত্র ১৫ মিনিটের মধ্যে হালকা-ফুলে ওঠা পেট স্বস্তি পেতে পারে। তাই পেটের সমস্যায় ভোগা মানুষের জন্য এই ভেষজ উপাদানগুলো হতে পারে এক নির্ভরযোগ্য সমাধান।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 5:23 pm

শামি-সুরজের দাপটের পর অসমের বিরুদ্ধে শাহবাজদের ব্যাটে ঝড়, ফের ৭ পয়েন্টের লক্ষ্যে বাংলা

রনজিতে ইতিমধ্যেই ৩ পয়েন্ট কার্যত নিশ্চিত বাংলার।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 5:22 pm

সেটে জীতু-দিতিপ্রিয়ার মুখ দেখাদেখি বন্ধ! সমস্যা সমাধানে বৈঠকে বসছে প্রযোজনা সংস্থা!

জটিলতা নিরসনের পথ খুঁজতে এবার উদ্যত প্রযোজনা সংস্থা।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 5:21 pm

Lothar Matthaus |ম্যাথাউসকে দেখে আবেগে ভাসলেন জেসিনরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের আগমনে আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জৌলুস আরও বেড়ে গেল।এদিন জার্মান কিংবদন্তির হাত থেকে পুরস্কার নিল গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ১৯৯০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সামনে থেকে আবেগে ভাসছেন লাল-হলুদ ফুটবলাররা। লোথার নিজেও প্রতিটি ফুটবলারের সঙ্গে আলাদা করে কথা বলেন। জার্মান কিংবদন্তির সঙ্গে কথা বলে ঘোরের মধ্যে রয়েছেন […] The post Lothar Matthaus | ম্যাথাউসকে দেখে আবেগে ভাসলেন জেসিনরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 5:17 pm

Bangladesh |বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি ভাঙতে বুলডোজার! বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ পুলিশের, চলল লাঠিচার্জ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি (Dhanmondi) ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের (Bangladesh)। সোমবার দুপুরে মুজিবের বাড়ির সামনেই মিরপুর রোডে দু’টি বুলডোজার নিয়ে হাজির হয় ক্ষিপ্ত জনতা। আর সেই বুলডোজার ধানমন্ডির বাড়িতে ঢোকানোর চেষ্টা করলেই পুলিশের সঙ্গে বেঁধে যায় সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পুলিশ। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন […] The post Bangladesh | বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি ভাঙতে বুলডোজার! বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ পুলিশের, চলল লাঠিচার্জ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 5:14 pm

বদলে যাবে মানবসৃষ্টি রহস্য? মেক্সিকোয় মহিলার কোলে এল ‘AI নির্দেশিত’নবজাতক

কোন প্রযুক্তিতে এমন ম্যাজিক?

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 5:06 pm

SSC Recruitment News: এসএসসি-তে বাড়তে চলেছে শূন্যপদ! কাদের অগ্রাধিকার? নবাগত নাকি চাকরিহারাদের?

SSC Seats May Increased: সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর শূন্যপদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সরকারি ভাবে যেহেতু এতে সিলমোহর পড়েনি বা আইনি প্রক্রিয়া শুরু হয়নি। তাই সর্বসমক্ষে আমি এই প্রসঙ্গে কোনও আলোচনা করতে পারি না। পাশাপাশি, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এখনও নবম-দশম শ্রেণির নিয়োগ বাকি রয়েছে।

টিভি 9 বাংলা 17 Nov 2025 5:06 pm

তাঁর নেতৃত্বেই শেষবার আইসিসি ট্রফি জেতে পাকিস্তান, সরফরাজকে নয়া দায়িত্ব পিসিবি’র

এখন দেখার, কতটা সাফল্য এনে দিতে পারেন প্রাক্তন পাক অধিনায়ক।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 5:05 pm

বিহারে গেরুয়া ঝড়ের মাঝেই নজরে মধ্যপ্রদেশ! রদবদলের সম্ভাবনা মোহন যাদবের মন্ত্রিসভায়

পারফরম্যান্স রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 4:58 pm

টলিপাড়ায় নায়িকার মাত্রাতিরিক্ত নেশা নিয়ে চর্চা, আর কী উঠে এলো?

টলিপাড়ায় নায়িকাদের জীবন মোটেই সহজ নয়। কিছু নায়িকা অবশ্য় কিছুটা লড়াইয়ের পর পায়ের তলার মাটি শক্ত করে ফেলেন। ব্যক্তিগত জীবনে সব কিছুই মোটামুটি চাহিদা মতো হওয়ার কারণে, তাঁদের বিশেষ সমস্যার মধ্যে পড়তে হয় না। তবে কিছু নায়িকার উত্থান নজরকাড়া হলেও, তারপর ইন্ডাস্ট্রির মধ্যেই আলোচনা শুরু হয়ে যায় যে, বেশ কঠিন সময়ের মধ্যে দিতে হাঁটতে হচ্ছে কোনও নায়িকাকে।

টিভি 9 বাংলা 17 Nov 2025 4:42 pm

অজয়ের চোখের সামনে মৃত্যু, স্কাই ডাইভিং-এর আগে শিউরে ওঠা মুহূর্ত

বলিউডের সিংঘম-এরই একবার কাল ঘাম ছুটে যায় প্লেন থেকে ঝাঁপ দিতে গিয়ে। খোলসা করে বলতে গেলে স্কাই ডাইভিং করতে গিয়ে চোখের সামনে মৃত্যু দেখেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর 'দে দে পেয়ার দে ২' ছবি। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই ছবির নায়ক মাধবন জানান...

টিভি 9 বাংলা 17 Nov 2025 4:42 pm

‘তুই শুধু বল কর’, পাক বোলারের খোঁচায় বিরক্ত, পরের বলেই চার হাঁকিয়ে জবাব বৈভবের

বৈভব রান পেলেও যুব বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জিততে পারেনি ভারত।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 4:32 pm

Governor: ‘কল্যাণের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’, রাজভবনে তল্লাশি শেষে জানিয়ে দিলেন রাজ্যপাল বোস

Governor CV Ananda Bose on Kalyan Banerjee: রাজ্যপাল সিভি আনন্দ বোস ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ ক্রমশ বাড়ছে। শনিবার প্রথম রাজ্যপালকে নিশানা করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ। রাজভবনে বোমা-বন্দুক রয়েছে বলে রাজ্যপালকে নিশানা করেন তিনি। রাজভবনের তরফে কল্যাণের মন্তব্যকে অবমাননাকর বলা হয়। তারপরও থামেননি কল্যাণ। রবিবার ফের সরব হন তিনি।

টিভি 9 বাংলা 17 Nov 2025 4:29 pm

ফের ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার সুন্দরবনে, ভুল করে অনুপ্রবেশ নাকি অন্য কিছু?

দু'দিনে মোট ৫৫ জনকে পাকড়াও করা হল।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 4:29 pm

Kangaroo Court: হাসিনার বিচার প্রক্রিয়া মনে করাচ্ছে ‘ক্যাঙারু’ কোর্ট! এই শব্দের মানে কী?

Sheikh Hasina's Trial And Kangaroo Court: হাসিনার বিচার নাকি 'ক্যাঙারু কোর্ট'? অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্ত এই শব্দ? বা সত্যি সত্যিই অস্ট্রেলিয়ার আদালতকে ক্যাঙারু কোর্ট বলে? নাকি ক্যাঙ্গারুদের অন্য কোনও কিছুর সঙ্গে যুক্ত এই শব্দ?

টিভি 9 বাংলা 17 Nov 2025 4:29 pm

উত্তরবঙ্গ থেকে দিঘামুখী যাত্রী শূন্য! শীতের মরশুমে ব্যবসার ক্ষতি সামলাতে বিকল্প ভাবনা NBSTC’র

কী বলছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্তারা?

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 4:26 pm

Sheikh Hasina on ICT Verdict: ‘সাহস থাকলে…’, ফাঁসির সাজা ঘোষণা হতেই বড় হুঁশিয়ারি হাসিনার

Sheikh Hasina Reaction: কিন্তু এই কোনও রায়কেই চূড়ান্ত মানতে নারাজ দেশান্তরী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রায় ঘোষণার পরই আওয়ামী লিগের সমাজমাধ্য়মে পোস্ট হয়েছে শেখ হাসিনার প্রতিক্রিয়া। সমস্ত অভিযোগকে নস্যাৎ করে, গোটা রায়দান প্রক্রিয়াকে 'রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত' বলে কটাক্ষ করেছেন তিনি।

টিভি 9 বাংলা 17 Nov 2025 4:26 pm

তিন নম্বর বিয়েও টিকল না! শান্তিপূর্ণ পর্যায়ে রয়েছেন অভিনেত্রী...?

অভিনেত্রী মীরা বাসুদেবন আবার আলোচনায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি জানিয়েছেন যে ২০২৫ সালের আগস্ট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অবিবাহিত। ২০২৪ সালের মে মাসে চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমকে বিয়ে করেছিলেন তিনি। তবে বহুদিন আগেই বিচ্ছেদ সম্পন্ন হলেও, এবারই প্রথম তিনি প্রকাশ্যে তা নিশ্চিত করলেন। একটি সেলফি পোস্ট করে মীরা লিখলেন- “আমি এখন অবিবাহিত। আমি জীবনের সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ পর্যায়ে আছি…” পোস্টে তিনি কৃতজ্ঞতা, ধৈর্য ও নিজেকে খুঁজে পাওয়ার অনুভবের কথাও জানান। Mehazabien Chowdhury: মেহজাবিনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট! 'ফোন বন্ধ', রাগে-কস্টে জ্বলে উঠলেন বাংলাদেশী চিত্রনায়িকা মীরা ও বিপিনের পরিচয় হয়েছিল জনপ্রিয় টিভি সিরিয়াল কুদুম্ববিলাক্কু-এর সেটে। বিপিন দীর্ঘদিন ধরে টেলিভিশনে চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন। বিয়ের পর কিছুদিন দু’জনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় থাকলেও, এখন মীরা সেগুলো সম্পূর্ণ মুছে ফেলেছেন। এটি ছিল মীরার তৃতীয় বিয়ে। ২০০৫ সালে তিনি বিশাল আগরওয়ালকে বিয়ে করেছিলেন, বিচ্ছেদ ২০১০ সালে। পরের বিয়ে অভিনেতা জন কোক্কেনের সঙ্গে, তাদের একটি ছেলে আছে- নাম আরিহা। এই সম্পর্কও ২০১৬ সালে ভেঙে যায়। ব্যক্তিগত জীবনের ওঠা-নামার মাঝেও ক্যারিয়ারে নতুন উচ্চতা ছুঁয়েছেন মীরা। ২০২৫ সালে তিনি অভিনয়জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে তিনি একটি আবেগঘন পোস্টে লিখেছিলেন- “ব্যর্থতা এবং প্রত্যাখ্যান আমাকে নতুনভাবে মূল্যবোধ শিখিয়েছে… আমি চাই সবাই পরিবার, স্বাস্থ্য, শান্তি ও সাফল্যে সমৃদ্ধ হোক।” Aditi Rao hydari: ফেক নম্বর থেকে ভয়ঙ্কর প্রতারণা! ভক্তদের সাবধান করলেন অদিতি মীরা বাসুদেবন প্রথম বড় প্রশংসা পান মোহনলালের বিপরীতে ব্লেসির ‘থানমাথরা’ চলচ্চিত্রে অভিনয়ের পর। এরপর ওরুভান, একান্তম, কাক্কি, পাচমারাথানালিলসহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। পরবর্তীতে টেলিভিশনে ‘দেবী’, ‘পেন’, ‘কুডুম্ববিলাক্কু’-র মতো ধারাবাহিক তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রেখে মীরা এখন নিজের কাজ, শান্তি এবং নতুন সম্ভাবনাকে আলিঙ্গন করছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 4:25 pm

‘পাক ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল’, ছোটদের এশিয়া কাপে ভারতকে হারিয়ে ‘সপ্তম স্বর্গে’নকভি

'দাপুটে, নির্ভীক এবং অবিস্মরণীয় পারফরম্যান্স', পাক ব্রিগেডের প্রশংসায় নকভি।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 4:24 pm

জেহাদি ডাক্তার তৈরির কারখানা, বুলডোজারে গুঁড়িয়ে যাবে ফরিদাবাদের কুখ্যাত আল ফালাহ!

বেআইনি জমি অধিগ্রহণ ও অবৈধ নির্মাণের অভিযোগ আল ফালাহ-র বিরুদ্ধে।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 4:09 pm

সুর বেঁধে দিল পরিযায়ী পাখিরা, শীত জাঁকিয়ে পড়ার আগেই মুখরিত জলপাইগুড়ি

গ্রামবাসীদের পাখি প্রেম দেখে মুগ্ধ পরিবেশ কর্মীরাও।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 4:04 pm

Wildlife death |হরিণের পর এবার উদ্ধার চিতাবাঘের দেহ, লাটাগুড়ি-চালসা সড়কে একের পর এক বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা  

লাটাগুড়ি: জঙ্গলের রাস্তায় ফের গাড়ির ধাক্কায় মৃত্যু হল বন্যপ্রাণীর। সোমবার লাটাগুড়ি থেকে চালসা যাওয়ার রাস্তায় উদ্ধার হয় একটি শাবক লেপার্ডের দেহ। দেহটি উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। রবিবার এই একই রাস্তায় উদ্ধার হয়েছিল একটি সম্বর ও একটি বার্কিং ডিয়ারের দেহ। জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ সড়কে একের পর এক বন্যপ্রাণীর দেহ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা। […] The post Wildlife death | হরিণের পর এবার উদ্ধার চিতাবাঘের দেহ, লাটাগুড়ি-চালসা সড়কে একের পর এক বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 4:03 pm

শিংয়ের গুঁতো নয়, কামড়ে মহিলার আঙুল ছিড়ে খেল গণ্ডার! জলদাপাড়ায় অবাক কাণ্ড

এমন ঘটনায় অবাক বনকর্মীরাও, শুরু হয়েছে তদন্ত।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 4:02 pm

Cooch Behar Airport |সামরিক গুরুত্ব পাচ্ছে কোচবিহার বিমানবন্দর

গৌরহরি দাস, কোচবিহার: রবিবার কোচবিহার বিমানবন্দর (Cooch Behar Airport) ঘুরে গেলেন বায়ুসেনার পদস্থ আধিকারিক ও কর্মীরা। যুদ্ধকালীন পরিস্থিতিতে কিংবা বায়ুসেনার বিশেষ প্রয়োজনে হাসিমারার পাশাপাশি সহযোগী হিসাবে কোচবিহার বিমানবন্দরকে কীভাবে ব্যবহার করা যায়, কিংবা আদৌ ব্যবহার করা যাবে কি না, তা খতিয়ে দেখতে এসেছিলেন তাঁরা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কোচবিহার বিমানবন্দরের আধিকারিক শুভাশিস পাল বলেন, ‘তাদের […] The post Cooch Behar Airport | সামরিক গুরুত্ব পাচ্ছে কোচবিহার বিমানবন্দর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 3:58 pm

‘নব্বইয়ের বিশ্বকাপে ’৮৬-র মতো ফর্মে ছিল না মারাদোনা’: লোথার ম্যাথাউস

রোনাল্ডোর থেকে মেসিকে এগিয়ে রাখলেন বিশ্বকাপজয়ী।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 3:54 pm

Sheikh Hasina Verdict: হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ আদালতের! কতটা ভরবে ইউনূস সরকারের ভাঁড়ার?

ICT Verdict on Sheikh Hasina: মৃত্যুদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামীর নামে দেশে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। অর্থাৎ হাসিনা এবং আসাদুজ্জামানের সমস্ত সম্পত্তি এবার বাজেয়াপ্ত করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু কত সম্পত্তি রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর?

টিভি 9 বাংলা 17 Nov 2025 3:51 pm

দল নির্বাচনে গন্ডগোল থেকে পিচ নিয়ে ‘গোয়ার্তুমি’, গম্ভীরের একাধিক সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রাক্তন তারকারা

অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 3:50 pm

হুমার গলা জড়িয়ে চুমু, হিমেশের কনসার্টে রচিতের আরও কাছাকাছি ‘মহারানি’!

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 3:45 pm

Sheikh Hasina |‘কারচুপির ট্রাইবিউনাল…’, মৃত্যুদণ্ড ঘোষণা হতেই মুখ খুললেন শেখ হাসিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার ফাঁসির সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল। বাংলাদেশে (Bangladesh) জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তাঁকে দোষী সাব্যস্ত করে এই সাজা শোনানো হয়েছে। এবার সাজা ঘোষণা হতেই এনিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন শেখ হাসিনা। তাঁর দাবি, এই রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এদিন সাজা ঘোষণার পরই […] The post Sheikh Hasina | ‘কারচুপির ট্রাইবিউনাল…’, মৃত্যুদণ্ড ঘোষণা হতেই মুখ খুললেন শেখ হাসিনা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 3:44 pm

প্রকৃতির সিম্ফনিতে প্রাণের প্রথম সুর

জয়ন্ত চক্রবর্ত্তী কোষের ভেতরে কীভাবে প্রাণের উৎপত্তি?— এ যেন আবহমানকালজুড়ে বিজ্ঞানের এক মৌলিক প্রশ্ন। সেই প্রশ্নের নিগূঢ় উত্তর খুঁজতে গিয়ে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এবারের ‘বিজ্ঞান যুব শান্তিস্বরূপ ভাটনগর’ পুরস্কারে সম্মানিত হলেন কলকাতা IISER-এর রসায়নের সহযোগী অধ্যাপক এবং গবেষক ডঃ দিব্যেন্দু দাস। ডঃ দাসের গবেষণার বিশেষ কৃতিত্ব ঠিক কোথায়? তা বুঝতে হলে যেতে হবে বিজ্ঞানের […] The post প্রকৃতির সিম্ফনিতে প্রাণের প্রথম সুর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 3:43 pm

Lothar Matthaus: ভারতীয় ফুটবল নিয়ে বড় কথা লোথার ম্যাথিউসের! শুনলে অবাক হবেন আপনিও

Lothar Matthaus: রবিবার (১৬ নভেম্বর) শহর কলকাতায় পা রেখেছিলেন জার্মানির কিংবদন্তী ফুটবলার লোথার ম্য়াথিউস। গোটা শহর জুড়ে তাঁকে নিয়ে ছড়িয়ে পড়েছিল ব্যাপক উন্মাদনা। গোটা দিন একাধিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তিনি। বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁর হাত ধরেই উদ্বোধন হয় বেঙ্গল সুপার লিগে (Bengal Super League 2025) আটটি দলের জার্সি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার স্বনামধন্য গায়ক অনুপম রায় (Anupam Roy)। তিনি ঝরঝরে বাংলায় লোথারকে শোনালেন 'সব খেলার সেরা, বাঙালির তুমি ফুটবল' গানটি। গোটা অনুষ্ঠানটি বেশ জমজমাট হয়। East Bengal FC: জ্বলে উঠল লাল-হলুদ মশাল, জয় দিয়ে AFC অভিযান শুরু ইস্টবেঙ্গলের এই অনুষ্ঠানে লোথার ভারতীয় ফুটবল নিয়ে একটি বড় মন্তব্য করলেন। তাঁর কথায়, ভারতবর্ষ যথেষ্ট বড় একটা দেশ। এই দেশে কোটি-কোটি মানুষ বসবাস করেন। এরমধ্যে মাত্র ৫০ জন এমন ফুটবলার পাওয়া যাবে না, যারা বিশ্বকাপ জেতাতে পারে? East Bengal FC New Footballer: ইস্টবেঙ্গলে যোগ দিলেন UEFA কাঁপানো ফুটবলার! আনন্দে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা ১৩৬ নম্বরে দাঁড়িয়ে ভারত লোথারের মুখে এমন মন্তব্য শুনে উপস্থিত সকলেই কার্যত চমকে ওঠেন। কারণ ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল বর্তমানে ১৩৬ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা স্বপ্ন দেখাও যে নেহাতই বিলাসিতা, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। এই বিষয়টি যে লোথারের অগোচরে রয়েছে, তেমনটা কিন্তু একেবারেই নয়। ভারতীয় ফুটবলের দুরবস্থা সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল তিনি। খুব ভাল করেই জানেন যে এই সমস্যার সমাধান এত তাড়াতাড়ি হয়ত হবে না। তবে স্বপ্ন দেখতে এবং হাল ছাড়তে বারণ করলেন তিনি। Footballer Injury Update: 'কেউ বাঁচাতে পারত না...', দুর্ঘটনার পর ঈশ্বরকে ধন্যবাদ জানালেন সংগ্রাম রবিবার বান্ধবী তেরেসাকে নিয়ে কলকাতায় এসেছিলেন ৬৫ বছর বয়সি এই জার্মান বিশ্বকাপার। এই অনুষ্ঠানে তাঁকে বাঙালি পোশাক ধুতি-পাঞ্জাবিতে দেখতে পাওয়া গেল। আর তেরেসা পরেছিলেন শাড়ি। বেঙ্গল সুপার লিগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজ়ির হাতে তিনি জার্সি তুলে দেন। গোটা অনুষ্ঠানই যে বেশ জমজমাট হয়েছিল, তা বলা যেতেই পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 3:40 pm

সন্ধিক্ষণ

হাওয়া কি ঘুরছে বাংলাদেশে? ক’দিন আগে আওয়ামী লিগের ডাকা ‘লকডাউন’ ব্যাপক সাড়া ফেলেছিল সেদেশে। বেসরকারি যানবাহন বন্ধ ছিল প্রায় সর্বত্র। রাজধানী ঢাকা শহরের পরিস্থিতি ছিল থমথমে। রাস্তাঘাটে লোকজন ছিল অনেক কম। রাজধানীর বহু রাস্তায় দেখা যায় আওয়ামীর প্রতিবাদ মিছিল। অফিস, কাছারি, শিক্ষাপ্রতিষ্ঠান- সব জায়গায় উপস্থিতির হার ছিল তুলনামূলকভাবে বেশ কম। কোথাও কোথাও গাড়িতে আগুন ধরানোর […] The post সন্ধিক্ষণ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 3:39 pm

উপাচার্য সংকট : রাজ্যে নতুন রেকর্ড

দেবদূত ঘোষঠাকুর এখন বোধহয় নতুন রেকর্ড তৈরি করা কিংবা রেকর্ড ভাঙার মরশুম চলছে। পশ্চিমবঙ্গের এক তরুণী সম্প্রতি বিশ্ব ক্রিকেটের মঞ্চে ছয় মারার রেকর্ড করেছেন। রেকর্ড গড়ায় তাঁর থেকে মোটেই পিছিয়ে নেই মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন তরুণীর রাজ্য। শিলিগুড়ির রিচা ঘোষের রেকর্ড জোর গলায় বিশ্ববাসীর সামনে ঘোষণা করা যায়। কিন্তু রাজ্যের রেকর্ডে আম বাঙালির মাথা হেঁট হয়ে […] The post উপাচার্য সংকট : রাজ্যে নতুন রেকর্ড appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 3:35 pm

Nitish Kumar: কেন আজ পদত্যাগ করলেন না নীতীশ, সিদ্ধান্ত ঘিরে জোর জল্পনা

Nitish Kumar: বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এনডিএ-র ঐতিহাসিক জয়ের (২০২ আসন) পর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মন্ত্রিসভার বৈঠক শেষে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ১৯ নভেম্বর বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন। বিধানসভা ভেঙে দেওয়ার পরই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। আরও পড়ুন- কলকাতায় ফের টাকার পাহাড়! কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা বাজেয়াপ্ত ঘিরে তুমুল চাঞ্চল্য এর আগে মন্ত্রিসভার বৈঠকে নীতীশ কুমারকে রাজ্যপালের কাছে বিধানসভা ভাঙার প্রস্তাব দেওয়ার ক্ষমতা দিয়ে একটি প্রস্তাব পাস হয়। একদিন আগেই মুখ্য নির্বাচনী কর্মকর্তা বিনোদ সিং গুঞ্জিয়াল নির্বাচিত বিধায়কদের তালিকা রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন। শুক্রবার নির্বাচনী ফলাফলে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ২৪৩ বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৮৯, জেডিইউ ৮৫, চিরাগ পাসওয়ানের এলজেপিআর ১৯ এবং এইচএএম ও আরএলএম মিলিয়ে আরও ৯টি আসন দখল করেছে। আরও পড়ুন- আজই মৃত্যুদণ্ড হাসিনার? ঢাকায় জারি হাই-অ্যালার্ট, হিংসা বন্ধে দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ বিহার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল নিশ্চিত করেছেন যে নতুন সরকারে নীতীশ কুমারই হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামীকাল সকাল ১০টায় বিহার বিজেপি কার্যালয়ে বিধায়কদের এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। এর পর এনডিএ-এর বৈঠকে নীতীশকে আনুষ্ঠানিকভাবে নেতা নির্বাচিত করা হবে। ২০ নভেম্বর পাটনার গান্ধী ময়দানে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সমস্ত এনডিএ-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধানসহ একাধিক কেন্দ্রীয় নেতাদেরও আমন্ত্রণ পাঠানো হয়েছে। আরও পড়ুন- ভয়ঙ্কর দুর্ঘটনা, সৌদিতে হজে গিয়ে কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যু, শোকপ্রকাশ ওয়েইসির একইসঙ্গে নতুন মন্ত্রিসভা গঠনের চূড়ান্ত রূপরেখাও সামনে এসেছে। দিল্লিতে অমিত শাহের সভাপতিত্বে হওয়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রতি ছয়জন বিধায়কের জন্য একজন মন্ত্রী রাখা হবে। এতে বিজেপি পেতে পারে ১৫-১৬টি এবং জেডিইউ পেতে পারে ১৪টি মন্ত্রী পদ। এলজেপিআর, এইচএএম ও আরএলএম—এই তিন মিত্রদল থেকে তিনজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে।এনডিএ-তে তিনজন উপমুখ্যমন্ত্রী থাকার সম্ভাবনাও জোরালো—দু’জন বিজেপি, একজন জেডিইউ থেকে।গান্ধী ময়দানে ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও পড়ুন- কলকাতায় ফের টাকার পাহাড়! কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা বাজেয়াপ্ত ঘিরে তুমুল চাঞ্চল্য সম্ভাব্য মন্ত্রিসভার নাম (আলোচনায় থাকা): বিজেপি: সম্রাট চৌধুরী, রামকৃপাল যাদব, নীতিন নবীন, মঙ্গল পান্ডে, হরি সাহনি, বিজয় সিনহা জেডিইউ: বিজয় চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ যাদব, শ্রাবণ কুমার, অশোক চৌধুরী, লেশি সিং, মদন সাহনি, জয়ন্ত রাজ, সুনীল কুমার এলজেপিআর: রাজু তিওয়ারি, সঞ্জয় পাসওয়ান, রাজীব রঞ্জন সিং এইচএএম: জিতন রাম মাঞ্জির ছেলে সন্তোষ সুমন আরএলএম: উপেন্দ্র কুশওয়াহার স্ত্রী স্নেহলতা কুশওয়াহা

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 3:31 pm

অন্ধকার ভবিষ্যতের গান গাইছেন যোগ্যরা

শুভঙ্কর চক্রবর্তী পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনের বাতাস এখন ভারী। বাতাস নয়, যেন এক জমাট হতাশার বিষাক্ত গ্যাস। হাজার হাজার যোগ্য শিক্ষক, যাঁরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে মেধার জোরে শিক্ষকতা শুরু করেছিলেন, আজ তাঁরা সর্বহারা। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়াতেও তাঁদের চাকরি নিশ্চিত নয়। এসএসসি’র একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্যানেল […] The post অন্ধকার ভবিষ্যতের গান গাইছেন যোগ্যরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 3:30 pm

‘জুলাই আন্দোলন বন্ধের নামে হত্যালীলা চলেছে’, বিচারপতি মন্তব্য এমনটাই!

সোমের রায়দান শুধু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্য়ই নির্ধারণ করবে না, করবে আরও দুই ব্যক্তিরও। একজন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যজন, প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মোট পাচঁটি মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এই তিন নের বিরুদ্ধে।

টিভি 9 বাংলা 17 Nov 2025 3:28 pm

Kaliyaganj |রান্নার গ্যাস নেই, গরহাজির রাঁধুনিরা, মিড-ডে মিল জুটল না পড়ুয়াদের

অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: স্কুলে ক্লাস চলছে। রাঁধুনিদের গরহাজিরায় বন্ধ মিড-ডে মিলের রান্না। স্বাভাবিকভাবে রবিবার (ধনকৈল হাটের জন্য কালিয়াগঞ্জে সোমবার বন্ধ থাকে স্কুল) মিড-ডে মিল থেকে বঞ্চিত স্কুলটির পড়ুয়ারা। কালিয়াগঞ্জ শহরের ৬ নম্বর ওয়ার্ডের রশিদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মহুয়া আইচ ভৌমিকের অবশ্য যুক্তি, রান্নার গ্যাস ফুরিয়ে যাওয়ায় এবং স্কুলে খড়ির উনুনের কোনও ব্যবস্থা না […] The post Kaliyaganj | রান্নার গ্যাস নেই, গরহাজির রাঁধুনিরা, মিড-ডে মিল জুটল না পড়ুয়াদের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 3:28 pm

Sheikh Hasina Verdict: হাসিনার ফাঁসির সাজা হতেই ফের জ্বলে উঠল ঢাকা

Sheikh Hasina Verdict: সোমবার সকালেই হাসিনার পৈতৃক ভিটের সামনেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। মোতায়েন হয় বিপুল সেনা। কিন্তু কেন? ঢাকা সূত্রে জানা গিয়েছে, বুলডোজার নিয়ে সেই বাড়ির ধ্বংসাবশেষ ভেঙে দিতে আসে এক দল প্রতিবাদী। বুলডোজ়ার নিয়ে ঢুকে পড়ে তাঁরা। তখনই ‘ঢাল’ হয়ে রুখে দাঁড়ায় পুলিশ।

টিভি 9 বাংলা 17 Nov 2025 3:27 pm

Mathabhanga |মাথাভাঙ্গায় রক্ষকই যেন ভক্ষক, নালা দখলে কাঠগড়ায় পুলিশ

বিশ্বজিৎ সাহা, মাথাভাঙ্গা : এ যেন তুঘলকি কাণ্ডকারখানা! মাথাভাঙ্গা পুর এলাকায় নিকাশিনালা দখল করে সেন্ট্রি পয়েন্ট (রক্ষী মোতায়েনের জন্য নির্দিষ্ট ঘর) নির্মাণের অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। সেটাও আবার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায়ের বাংলোর সামনে। পুরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা স্পষ্ট জানিয়েছেন, নালার উপর সেন্ট্রি পয়েন্ট নির্মাণের বিষয়ে পুলিশের তরফে কোনও অনুমতি নেওয়া […] The post Mathabhanga | মাথাভাঙ্গায় রক্ষকই যেন ভক্ষক, নালা দখলে কাঠগড়ায় পুলিশ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 3:27 pm

Malbazar |ভিত্তি ছাড়াই প্রকল্প, বেআব্রু স্বপনের দুর্নীতি

মালবাজার : ৬০০ কোটির প্রকল্প নিয়ে ক্রমশই জলঘোলা হচ্ছে। বেরিয়ে পড়ছে একের পর এক বেনিয়ম।। পুরসভার ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের অন্ধকারে রেখে একের পর এক প্রকল্পের সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ যেমন রয়েছে, তেমনই কিছুই জানানো হয়নি জলপাইগুড়ি জেলা পরিষদকে। সেনাছাউনি লাগোয়া এলাকা হলেও রোপওয়ের পরিকল্পনার ক্ষেত্রে নেওয়া হয়নি সেনাবাহিনীর অনুমতিও। ইন্ডোর স্টেডিয়াম তৈরির জন্য যুব কল্যাণ দপ্তরের […] The post Malbazar | ভিত্তি ছাড়াই প্রকল্প, বেআব্রু স্বপনের দুর্নীতি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 3:20 pm

Jalpaiguri |বিপজ্জনক টাওয়ার নিয়ে রিপোর্ট পুলিশের

সৌরভ দেব, জলপাইগুড়ি : যে কোনও সময় ভেঙে পড়তে পারে মোবাইলের টাওয়ার। জনবহুল এলাকায় অবস্থিত সেই মোবাইলের টাওয়ারের স্বাস্থ্য সংক্রান্ত মেয়াদ ফুরিয়ে গিয়েছে ৫ বছর আগেই। আর জলপাইগুড়ি শহরের উকিলপাড়ায় সেই টাওয়ার ভাঙলে ঘটতে পারে প্রাণহানিও। সেই টাওয়ার নিয়ে সদর মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছে পুলিশ। অভিযোগ পেয়ে তড়িঘড়ি টাওয়ারের স্বাস্থ্য পরীক্ষার জন্য পলিটেকনিক ইনস্টিটিউশনের […] The post Jalpaiguri | বিপজ্জনক টাওয়ার নিয়ে রিপোর্ট পুলিশের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 3:15 pm

কাজ শুরু কেন্দ্র নিযুক্ত পাহাড়ের ‘মধ্যস্থতাকারী’র! ‘অসাংবিধানিক’বলে ফের মোদিকে চিঠি মমতার

'অত্যন্ত হতাশাজনক', গত ১০ নভেম্বর থেকে কেন্দ্রের নিযুক্ত 'মধ্যস্থতাকারী'র কাজ শুরু নিয়ে মন্তব্য মমতার।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 3:08 pm

প্রহসনের বিচারে ‘দোষী’ হাসিনা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেন না কেন?

তিন ধারায় দোষী সাব্যস্ত করা হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তাঁকে ফাঁসির সাজা দেওয়া হয়। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও ফাঁসির সাজা দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন যেহেতু এই মামলায় রাজসাক্ষী হয়েছিলেন, তাই তাঁকে ৫ বছরের সাজা দেওয়া হল।

টিভি 9 বাংলা 17 Nov 2025 3:08 pm

Salary Due: বেতন দিতে দেরি করছে আপনার সংস্থা! কীভাবে নিজের অধিকার বুঝে নেবেন আপনি?

Is Your Company Delaying Salary: অনেক সময় দেখা যায়, বেসরকারি সংস্থা বা স্টার্টআপগুলো বিভিন্ন অজুহাত দেখিয়ে কর্মীদের বেতন আটকে রাখে। কর্মীরাও লোকসানের ভয়ে চুপচাপ কোম্পানির সেই আচরণ সহ্য করেন। মনে রাখবেন, বেতন দিতে দেরি করা কিন্তু একটি গুরুতর আইনি অপরাধ।

টিভি 9 বাংলা 17 Nov 2025 3:08 pm

SIR-এর প্রতিবাদে অনশনের মাঝেই অসুস্থ মমতাবালা ঠাকুর, ভর্তি হাসপাতালে

আজ বেলা ১২ টায় গত ১৩ দিন ধরে চলা অনশন প্রত্যাহারের কথা ছিল। তবে তার আগেই অসুস্থ হয়ে পড়েন মমতাবালা।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 3:07 pm

Mehbooba Mufti |কাশ্মীরের সমস্যাই লালকেল্লার সামনে ‘প্রতিধ্বনিত’ হয়েছে! দিল্লির বিস্ফোরণ নিয়ে বেফাঁস মন্তব্য মুফতির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির বিস্ফোরণ (Delhi Blast) নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির (JKPDP) প্রধান মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। লালকেল্লার কাছে বিস্ফোরণের জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘বিষাক্ত পরিবেশ’ তৈরির অভিযোগ করেছেন তিনি। মুফতির দাবি, কাশ্মীরের যুবকদের ‘বিপজ্জনক পথে’ যাওয়ার জন্য সরকারই দায়ী। শ্রীনগরে এক সভায় ভাষণ দেওয়ার সময় মেহবুবা […] The post Mehbooba Mufti | কাশ্মীরের সমস্যাই লালকেল্লার সামনে ‘প্রতিধ্বনিত’ হয়েছে! দিল্লির বিস্ফোরণ নিয়ে বেফাঁস মন্তব্য মুফতির appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 3:01 pm

‘যাঁদের খেলাধুলোর সঙ্গে কোনও সম্পর্ক নেই…’, ঘুরিয়ে ফের গোয়েঙ্কাকে কটাক্ষ রাহুলের!

আইপিএলের অধিনায়ক হওয়া আন্তর্জাতিক ক্রিকেটের থেকে বেশি ক্লান্তিকর, মত রাহুলের।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 2:59 pm

Karnataka zoo |কর্ণাটকের চিড়িয়াখানায় তিন দিনে ৩১টি কৃষ্ণসারের মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কর্ণাটকের বেলাগাভির একটি চিড়িয়াখানায় গত তিন দিনে মোট ৩১টি কৃষ্ণসার হরিণের মৃত্যু হয়েছে। ঘটনাটি কিত্তুর রানি চেন্নাম্মা মিনি চিড়িয়াখানার। এনিয়ে চিড়িয়াখানা প্রশ্ন উঠছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভূমিকায়। ওই চিড়িয়াখানায় ৩৮টি কৃষ্ণসার হরিণ ছিল। ১৩ নভেম্বর ৮টি মারা যায়। পরের দিন আরও ২০টি এবং সোমবার সকালে আরও একটি হরিণের মৃত্যু হয়েছে। অর্থাৎ […] The post Karnataka zoo | কর্ণাটকের চিড়িয়াখানায় তিন দিনে ৩১টি কৃষ্ণসারের মৃত্যু appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 2:57 pm

Bangladesh Sheikh Hasina verdict : হত্যাকাণ্ডের 'মাস্টারমাইন্ড'হাসিনার মৃত্যুদন্ড,আদালতের রায়ে তোলপাড় বাংলাদেশ

Bangladesh Sheikh Hasina verdict: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ঘোষিত রায়ে ট্রাইব্যুনাল জানায়, ২০২৪ সালের ছাত্র বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডে শেখ হাসিনা ছিলেন “মাস্টার মাইন্ড”। আদালত হাসিনাকে হত্যার প্ররোচনা, নির্দেশ এবং হিংসা রোধে ব্যর্থ হওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে। আরও পড়ুন- শেখ হাসিনার ফাঁসির সাজা, রায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একই মামলায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ১২টি হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তৃতীয় আসামি, প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হলে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। রায়ের পর আদালত কক্ষে উপস্থিত সকলেই আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান বলেন, “জুলাই বিপ্লবের শহিদরা ন্যায়বিচার পেয়েছে, দেশও ন্যায়বিচার পেল।” আদালত নির্দেশ দিয়েছে শেখ হাসিনার বাংলাদেশে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার। উল্লেখ হাসিনা গত ১৫ মাস ধরে ভারতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। আরও পড়ুন- কবে শপথ নীতীশের? সামনে এল চূড়ান্ত দিনক্ষণ, সম্পত্তি পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে শেখ হাসিনা ও সহযোগীদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল। আদালত হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনার জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলে জানিয়েছে আদালত। আদালত আরও দাবি করেছে যে শেখ হাসিনা হিংসাকে উস্কে দিয়েছিলেন যার ফলে পড়ুয়াদের মৃত্যু হয়েছিল। বাংলাদেশের একজন ট্রাইব্যুনাল বিচারক বলেছেন যে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভে প্রায় ১,৪০০ জন নিহত এবং ২,৪০০ জন আহত হন। এদিকে, আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বলেন, তিনি আগে থেকেই জানতেন যে তার মায়ের মৃত্যুদণ্ড হতে পারে। তিনি দাবি করেন, হাসিনা ভারতে নিরাপদে আছেন এবং ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি তাকে সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে। ওয়াজেদ আরও বলেন, শেখ হাসিনা পাঁচবার প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশে তার ব্যাপক জনসমর্থন আছে। আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহৎ দল হওয়ায় এই রায় তারা সহজভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। আরও পড়ুন- কলকাতায় ফের টাকার পাহাড়! কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা বাজেয়াপ্ত ঘিরে তুমুল চাঞ্চল্য

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 2:54 pm

SSC: করুণাময়ীতে মিছিল, ক্ষোভ ‘বঞ্চিত’ নবাগত শিক্ষক পদপ্রার্থীদের

SSC: ন-সার্ভিস শিক্ষকেরা অভিজ্ঞতার নম্বরের জোরে বাড়তি দশ নম্বর পেয়েছে। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছেন নবাগতরা। চাকুরীপ্রার্থীদের বক্তব্য, তিন ঘণ্টার মধ্যে মন্ত্রিসভার বৈঠক ও ভেরিফিকেশনের নতুন তালিকা ৮ টার মধ্যে প্রস্তুত করতে হবে, ১০ নম্বর বাদ দিতে হবে কমিশনকে।

টিভি 9 বাংলা 17 Nov 2025 2:53 pm

SIR আতঙ্কে বাংলা ছাড়ার হিড়িক! হাকিমপুর সীমান্ত থেকে দলেদলে বাংলাদেশের পথে অনুপ্রবেশকারীরা

প্রতিদিনই একটু একটু করে ফাঁকা হচ্ছে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বস্‌তি।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 2:52 pm

Akhil Sachdeva Baby: বিয়ের পাঁচ বছর পর পিতৃসুখ 'হামসফর'-এর সুরকারের, পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন অখিল?

Akhil Sachdeva-Tanya Gulla: দিনটা ছিল ২০২০ সালের ৭ ডিসেম্বর। কোভিড পরিস্থিতিতে সব নিয়ম মেনেই চার হাত এক হয়েছিল গায়ক ও সুরকার অখিল সচদেবা ও দীর্ঘদিনের প্রেমিকা তান্যা গুল্লা। বিয়ের পাঁচ বছর পর জীবনের আরও এক নতুন জার্নি শুরু করলেন দম্পতি। যৌথ বিবৃতিতে সোশ্যাল মিডিয়ায় মা-বাবা হওয়ার সুখবর শেয়ার করলেন অখিল-তান্যা। লক্ষ্মী সোনার পদধূলি পড়েছে পরিবারে। দুই থেকে তিন হওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করতেই শুভেচ্ছায় ভাসছেন অখিল-তান্যা। ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন দম্পতি। একটিতে নতুন বাবা-মা আর অপরটিতে দুজনের হাতের উপর সদ্যোজাতর হাত। View this post on Instagram A post shared by Nasha Boy (@sachdevaakhilnasha) ক্যাপশনে দম্পতি আবেগতাড়িত হয়ে লিখেছেন, '৬ নভেম্বর ২০২৫, এই দিন আমাদের জীবনে এসেছে ছোট্ট সোনা। আমরা কন্যা সন্তানের মা-বাবা হয়েছি। মেয়ের রূপ ধরে আমার মা-ই যেন ঘরে ফিরে এল। জয় হনুমান মহারাজ কি।' প্রয়াত মায়ের উপস্থিতি কন্যার মাধ্যমে অনুভব করার অনুভূতি ভক্তদের মনে গভীর প্রভাব ফেলেছে। উল্লেখ্য, সদ্য মাতৃত্বের স্বাদ পেয়েছেন পরিনীতি চোপড়া, ক্যাটরিনা কইফ। View this post on Instagram A post shared by Nasha Boy (@sachdevaakhilnasha) প্রসঙ্গত, অখিল ও তান্যার প্রথম দেখা বিয়ের ছয় বছর আগে। এক কনসার্টে উপস্থিত হয়েছিলেন তান্যা ও অখিল। সেই দিনের কথা স্মরণ করে অখিল বলেছিলেন, 'তখন ওঁর বয়স মাত্র ১৯ বছর। আমাকে প্রথম দেখে ওঁর মাকে বলেছিল বড় হলে আমাযকে বিয়ে করতে চায়। কনসার্টের পর ওঁর মা এসে আমাকে সেই কথাটা বলেছিলেন। সেখান থেকেই আমাদের বন্ধুত্বের সূত্রপাত।' আরও পড়ুন এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্যাটরিনা, ছোট্ট সোনাকে নিয়ে বাড়ি ফিরলেন নিউলি মাম্মি আরও জানিয়েছিলেন, 'ও আমাকে সম্পূর্ণভাবে চেনে। গত পাঁচ-ছয় বছর আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু। একটা সময় ছিল যখন আমরা পরস্পরের সঙ্গে কথা বলতাম না। তখন ভাবতেই পারিনি যে একদিন আমি সেই মেয়ের সঙ্গেই সংসার করব যে আমাকে প্রথম দেখেই বিয়ে করতে চেয়েছিল। এটা যেন এক রূপকথার গল্প। তান্যার স্বপ্ন সত্যি হতে চলেছে আর আমিও খুব আনন্দিত যে আমি ওকে এই সুখ দিতে পারছি। ও-ই আমার জীবনসঙ্গী হতে চলেছে সেটা আমার সৌভাগ্য।' আরও পড়ুন বেবি বাম্পে হাত- কান পেতে হৃদস্পন্দন শোনা, মেটারনিটি ফটোশুটের অদেখা ছবিতে রাঘব-পরিনীতি

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 2:52 pm

Sheikh Hasina: বাংলাদেশে রাজনৈতিক ভূকম্পন! কোন কোন অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ?

Bangladesh ICT verdict: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ (ICT-1)। সোমবার দুপুরে ৪৫৩ পৃষ্ঠার রায়ের অংশ পড়ে শোনান ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মোর্তুজা মজুমদার। রায়ের ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে। ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–জনতার বিক্ষোভ দমাতে প্রাণঘাতী হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে— ১) বিচার প্রক্রিয়া ব্যাহত করা, ২) হত্যার নির্দেশ প্রদান, ৩) এবং সহিংসতা থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া। আরও পড়ুন- Sheikh Hasina Verdict Live: শেখ হাসিনার ফাঁসির সাজা, রায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়, ঢাকার বিক্ষোভকারীদের ওপর হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এছাড়া আহতদের ভুল নামে হাসপাতালে ভর্তি করানো, গুলির আঘাত লুকানো এবং পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তনের জন্য চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল—এমন প্রমাণও আদালতে পেশ করা হয়। আবু সায়েদের ময়নাতদন্ত রিপোর্ট বদলানোর জন্য এক চিকিৎসককে হুমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয় রায়ে। আরও পড়ুন- Weekend trips: কলকাতার এত কাছে এ যেন স্বর্গ! কোলাহলহীন পাহাড়ি প্রান্তের অপার্থিব নীরবতায় মুন্ত্রমুগ্ধকর স্বস্তি! সহ–অভিযুক্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তবে প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় তাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও পড়ুন- West Bengal News Live Updates: কলকাতায় ফের টাকার পাহাড়! কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা বাজেয়াপ্ত ঘিরে তুমুল চাঞ্চল্য রায় ঘোষণার পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, “এই রায় আগে থেকেই সাজানো ছিল। দলের কর্মী–সমর্থকদের ওপর যেভাবে হামলা চালানো হয়েছিল, তার কোনও ন্যায়বিচার হয়নি। পুরো প্রক্রিয়াটাই মানবাধিকারের পরিপন্থী।” তাঁর অভিযোগ, ১৯৭১–পরবর্তী আইনের অপপ্রয়োগ করা হয়েছে, আর “রাজাকারদের যে ধারায় বিচার হয়, সেই একই ধারা প্রয়োগ করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে।” আরও পড়ুন- SIR ফর্ম পূরণের সময় ভুল করেছেন? পেন-পেন্সিল দিয়ে কেটেছেন? 'দুর্ভোগ' এড়াতে পড়ুন এই খবর! এদিকে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই ঐতিহাসিক রায়কে ঘিরে। অনেকের মতে, বাংলাদেশের রাজনীতিতে এই রায় নতুন অস্থিরতার জন্ম দিতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 2:51 pm

‘ইউনুস সরকারের খুনি মানসিকতার প্রমাণ’, ফাঁসির সাজা পেয়ে ট্রাইবুনালকে তুলোধোনা হাসিনার

জনমত না থাকা এক সরকারের নেতৃত্বে এই ট্রাইবুনাল কাজ করেছে, বলছেন হাসিনা।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 2:51 pm

Buxa |ভুটানের মাস্ক ডান্স আসছে ডুকপা উৎসবে, বক্সায় আমন্ত্রিত ১০ রাজ্যের বিশেষজ্ঞরা 

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: ভুটানের ‘মাস্ক ডান্স’ দেখেছেন কখনও? পড়শি দেশের সেই ঐতিহ্যের ঝলক এবার দেখা যাবে ডুয়ার্সে। সৌজন্যে ডুকপা লিভিং হেরিটেজ ফেস্টিভাল। বক্সা (Buxa) পাহাড়ে এবছর উৎসবের দ্বিতীয় বর্ষ। উৎসব কমিটির সহ কোষাধ্যক্ষ তেন্ডু ডুকপা বলেন, ‘ভুটানের শিল্পীদের সঙ্গে আলোচনা হয়েছে। এবছর উৎসবে আমার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করব। তাঁর মধ্যে অন্যতম আকর্ষণ থাকবে ভুটানের মাস্ক […] The post Buxa | ভুটানের মাস্ক ডান্স আসছে ডুকপা উৎসবে, বক্সায় আমন্ত্রিত ১০ রাজ্যের বিশেষজ্ঞরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 2:50 pm

Dalkhola Municipality |ডালখোলায় ডামাডোল, কালিয়াগঞ্জে শঙ্কা, চেয়ারম্যান বদল ঘিরে তৃণমূলে অস্থিরতা  

ডালখোলা: উত্তর দিনাজপুরের ডালখোলা ও কালিয়াগঞ্জ- দুই পুরসভায় নতুন চেয়ারম্যান নিয়োগকে ঘিরে চরম অস্থিরতা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কাউন্সিলারদের ক্ষোভ ও বিদ্রোহ- আশঙ্কায় দুই শহরেই চাপ বাড়ছে শাসকদলের ওপর। ডালখোলায় নতুন চেয়ারম্যান পদে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুজনা দাসের নাম ঘোষণা হতেই তাঁকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে ১১ জন কাউন্সিলার বিদ্রোহ ঘোষণা […] The post Dalkhola Municipality | ডালখোলায় ডামাডোল, কালিয়াগঞ্জে শঙ্কা, চেয়ারম্যান বদল ঘিরে তৃণমূলে অস্থিরতা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 2:44 pm

SIR-এর জেরে অবৈধ অভিবাসীদের বাংলা ছাড়ার দৃশ্য বলে ছড়াল বাংলাদেশের ভিডিও

বুম দেখে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের মোংলার।

বুমলাইভ 17 Nov 2025 2:39 pm

সাতসকালে নিউটাউনে গাড়ি আটকে উদ্ধার নগদ ৫ কোটি! এসটিএফের হাতে গ্রেপ্তার ২

বীরভূম থেকে আসা একটি স্করপিও আটক করা হয়।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 2:38 pm

অনবদ্য ফাজিলা-শিলকিরা, ইরানের চ্যাম্পিয়ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ইস্টবেঙ্গলের

ইরানের ঘরোয়া লিগে ১১ বারের চ্যাম্পিয়ন দল বাম খাতুন এফসি।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 2:38 pm

MP Khagen Murmu |চিকিৎসকদের পরামর্শ শুনতে নারাজ, খগেন ফিরতে চান পুরানো ফর্মে

কল্লোল মজুমদার, মালদা: আগামী দুই মাস কম কথা বলতে বলেছেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকদের কথায় গুরুত্ব না দিয়ে রবিবার থেকেই নিজের লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। রবিবারই আবার সন্ধ্যায় বেরিয়ে পড়লেন কলকাতা হয়ে দিল্লির উদ্দেশে। সোমবার দিল্লি এইমসে চিকিৎসক দেখিয়ে মঙ্গলবার থেকে ফের ঝাঁপিয়ে পড়বেন প্রচারে। অসুস্থ শরীরেই বন্দে […] The post MP Khagen Murmu | চিকিৎসকদের পরামর্শ শুনতে নারাজ, খগেন ফিরতে চান পুরানো ফর্মে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 2:35 pm

East Bengal FC: জ্বলে উঠল লাল-হলুদ মশাল, জয় দিয়ে AFC অভিযান শুরু ইস্টবেঙ্গলের

East Bengal FC: এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে (AFC Womens Champions League 2025) শুরুটা বেশ ধামাকাদার করল ইস্টবেঙ্গল ফুটবল দল। সোমবার (১৭ নভেম্বর) তারা চিনের উহানে বাম খাতুন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। শেষপর্যন্ত এই ম্য়াচে তারা ৩-১ গোলে জয়লাভ করেছে। ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেছেন সিল্কি দেবী হেমাম, ফাজিলা ইকওয়াপুট এবং রেস্টি নানজ়িরি। অন্যদিকে, বাম খাতুনের হয়ে একমাত্র গোলটি করেছেন মোনা হামৌদি। তবে গোটা ম্য়াচ জুড়েই যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। East Bengal FC News: চরম অন্ধকারে ISL ভবিষ্যৎ, বুক ফাটছে ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারের! ইস্টবেঙ্গলের প্রথম গোল এই ম্য়াচে শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট ছিল চোখে পড়ার মতো। খেলার শুরুর চতুর্থ মিনিটেই মশালবাহিনীকে এগিয়ে দেন সিল্কি দেবী। ফাজিলা ইকওয়াপুটের একটি শট প্রাথমিকভাবে আটকে দিয়েছিলেন বাম খাতুনের ডিফেন্ডার। কিন্তু, ফিরে আসা সেই বলটা আচমকাই চলে আসে সিল্কি দেবীর কাছে। সিল্কি একটি দুরপাল্লার শট হাঁকান। আর সেইসঙ্গে ইস্টবেঙ্গলের স্বপ্নের দৌড় শুরু হয়ে যায়। প্রথম গোলের পরই লাল-হলুদ ফুটবলাররা উচ্ছ্বাসে ফেটে পড়েন। East Bengal FC New Footballer: ইস্টবেঙ্গলে যোগ দিলেন UEFA কাঁপানো ফুটবলার! আনন্দে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা ব্যবধান বাড়ালেন ফাজ়িলা প্রথমবার গোলের প্রচেষ্টা ব্যর্থ হলেও, ৩২ মিনিটে নিজের স্বপ্নপূরণ করলেন লাল-হলুদের তারকা ফুটবলার ফাজ়িলা ইকওয়াপুট। মাঝমাঠে অসাধারণ একটা মুভ দেখতে পাওয়া গেল। নিজের জন্য একটু জায়গা তৈরি করে নিলেন ফাজ়িলা। এরপর একটা নীচু শটে বলটা বিপক্ষের জালে জড়িয়ে দিলেন। বাম খাতুন গোলকিপারের কাছে কার্যত কিছুই করার ছিল না। সেইসঙ্গে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। East Bengal FC News: কোন অঙ্কে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল? বুঝে নিন জটিল অঙ্ক একমাত্র গোল বাম খাতুনের অনেকেই মনে করেছিল, প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েই হয়ত মাঠ ছাড়বে মশাল গার্লসরা। কিন্তু, সেই প্রত্যাশা পূরণ হল না। কিন্তু, একেবারে শেষবেলায় বাম খাতুন এক গোলের ব্যবধান কমাতে পারল। আসলে, বক্সের মধ্যে ইস্টবেঙ্গলের একজন ফুটবলার হ্যান্ডবল করে ফেলেন। পেনাল্টি শট মারতে আসেন মোনা হামৌদি। তিনি ঠান্ডা মাথায় স্পট কিক থেকে পান্থোইকে পরাস্ত করলেন। এই পরিস্থিতিতে দ্বিতীয়ার্ধের খেলা যে আরও জমে উঠবে, তেমনটা আশা করাই হয়েছিল। Mohun Bagan Super Giant vs East Bengal FC Highlights Football Score, Super Cup 2025: বিদায় মোহনবাগানের, সেমিফাইনালে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের হয়ে শেষ গোলটি করলেন নানজ়িরি শেষবেলায় অসাধারণ প্রতিভার পরিচয় দিলেন রেস্টি নানজ়িরি। বক্সের ঠিক বাইরে বলটা পেয়েছিলেন তিনি। এরপর আত্মবিশ্বাসের সঙ্গে তিনি সামনের দিকে এগিয়ে যান। অবশেষে তাঁর পা থেকে বেরিয়ে আসে কামান গোলার মতো একটি দুর্ধর্ষ শট। কার্যত দর্শকের মতোই দাঁড়িয়ে থাকলেন বাম খাতুনের গোলকিপার। কার্যত একক দক্ষতায় একেবারে মোক্ষম মুহূর্তে তিনি লাল-হলুদ ব্রিগেডের ব্যবধান বাড়িয়ে দিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 2:34 pm

ট্রেলার মুক্তিতে যান্ত্রিক ত্রুটি, ‘হনুমানজি এভাবে দিশা দেখান?’, ব্যঙ্গ করে বিতর্কে রাজামৌলি

অবিলম্বে দক্ষিণী পরিচালককে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনরা।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 2:32 pm

অপরিণত শিশুর বিশেষ যত্ন নেবেন কীভাবে? বিশ্ব প্রিম্যাচিওরিটি ডে-তে রইল বিশেষ পরামর্শ

স্বাভাবিক গর্ভাবস্থার সময়কাল প্রায় ৪০ সপ্তাহ।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 2:31 pm

SSC: অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বর দেওয়া যাবে না, এবার পথে নবাগতরা

SSC: আন্দোলনকারী বলেন, ৭০-এ ৭০ পেয়েও ফ্রেশাররা ডাক পাননি। একমাত্র ওই ১০ নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়ার কারণেই। দশ বছর পর পরীক্ষা হল। আমরা দশ বছর ধরে বসে রয়েছি চাকরির জন্য। আমরা কেন এই বৈষম্য মেনে নেব? আন্দোলনকারীদের একটাই দাবি, অভিজ্ঞতার দশ নম্বর কোনওভাবেই দেওয়া যাবে না।

টিভি 9 বাংলা 17 Nov 2025 2:29 pm

Al Falah University |আর্থিক জালিয়াতির মামলায় ধৃত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের ভাই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আর্থিক জালিয়াতির মামলায় গ্রেপ্তার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের ভাই। ধৃতের নাম হামুদ আহমেদ সিদ্দিকী। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। রবিবার মধ্যপ্রদেশে পুলিশ হায়দরাবাদ থেকে হামুদকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ বছর আগে মধ্যপ্রদেশে একটি বড় আর্থিক জালিয়াতির পরিকল্পনায় অভিযুক্ত তিনি। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসকের। বিস্ফোরণে প্রধান […] The post Al Falah University | আর্থিক জালিয়াতির মামলায় ধৃত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের ভাই appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 2:28 pm

Sheikh Hasina |বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজা আদালতের The post Sheikh Hasina | বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা আদালতের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 2:27 pm

ICT Verdict on Sheikh Hasina: মৃত্যুদণ্ড শেখ হাসিনার, ফাঁসির সাজা দিল আদালত

মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলেন শেখ হাসিনা। তাঁকে ফাঁসির সাজা দেওয়া হল। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও এই অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।

টিভি 9 বাংলা 17 Nov 2025 2:24 pm

Sheikh Hasina Verdict Live: হাসিনাকে মৃত্যুদণ্ড ট্রাইবুন্যালের, হাততালিতে ফেটে পড়ল আদালতকক্ষ

ICT Verdict on Sheikh Hasina Today Live News Updates in Bengali: বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরীর ট্রাইবুন্যালে হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা সময়ের অপেক্ষা। ১ বছর ১ মাসের মাথায় বাংলাদেশের বুকে নিষ্পত্তি হতে চলেছে হাসিনার বিরুদ্ধে চলা মানবতাবিরোধী মামলার।

টিভি 9 বাংলা 17 Nov 2025 2:23 pm

আগস্টের মধ্যে শেষ হোক কলকাতা লিগ, আইএফএ-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুরোধ ক্রীড়ামন্ত্রীর

ছোট ক্লাবগুলোর স্বার্থে আগস্টের মধ্যে লিগ শেষ করা উচিত বলে মনে করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 2:17 pm

Alzheimer’s Disease: আলঝাইমার্স রোগ শুরুর আগে দেখা যায় এই ৬ সাধারণ লক্ষণ, যা দেখে শুরুতেই হোন সতর্ক

Alzheimer Disease: আলঝাইমার রোগ এমন এক স্নায়বিক সমস্যা যা ধীরে ধীরে একজন মানুষের স্মৃতিশক্তি, বিচারবুদ্ধি, আচরণ এবং পরিচিত পরিবেশ বোঝার ক্ষমতা কমিয়ে দেয়। রোগটি অনেক সময় আস্তে আস্তে শুরু হয়, এমনভাবে যে প্রথমদিকে কেউই বুঝতে পারে না যে এটি কেবল ভুলে যাওয়া নয়। বরং বড় ধরনের মস্তিষ্কজনিত পরিবর্তনের সূচনা। বয়স্কদের মধ্যে এই রোগ বেশি দেখা গেলেও, এখন অনেক ক্ষেত্রেই মধ্যবয়সেও এর প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। তাই সময়ের আগেই রোগের প্রাথমিক চিহ্নগুলো চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ৬টি লক্ষণ দেখা দিলে বুঝতে হবে— সাধারণ স্মৃতিভ্রম নয়, আলঝাইমার রোগের সূচনা। ১. সময়, তারিখ বা জায়গা নিয়ে বারবার বিভ্রান্ত হওয়া অনেকেই কখনও-সখনও তারিখ ভুল বলেন। এটি স্বাভাবিক। কিন্তু, আলঝাইমারের শুরুর দিকে সময়ের হিসাব মেলানো কঠিন হয়ে পড়ে। কেউ হয়তো হঠাৎ ভুলে যান তিনি কোথায় আছেন, কীভাবে এখানে এলেন বা আজ কী বার চলছে। দিনের সময়, ঋতু, এমনকী নিজের বাড়ির আশেপাশের পরিচিত জায়গা নিয়েও তাঁর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এটি মস্তিষ্কের সেই অংশের ক্ষতির সংকেত, যে অংশ স্মৃতি ধরে রাখে এবং দিকনির্দেশ করে থাকে। আরও পড়ুন- গরম নাকি ঠান্ডা, শীতকালে কোন জলে স্নান করলে আপনি থাকবেন সুস্থ? বিস্তারিত জানুন এখানে! ২. কথা বলতে বা কথোপকথন বুঝতে সমস্যা হওয়া আলঝাইমারের অন্যতম শুরুর লক্ষণ হল, কথা বলার মাঝপথে থেমে যাওয়া এবং সঠিক শব্দ খুঁজে না পাওয়া। একজন মানুষ সাধারণ কথোপকথন চালাতে না পেরে বারবার একই কথা পুনরাবৃত্তি করেন। এমনকী, আলোচনার বিষয়বস্তু মনে রাখতে না পারার কারণে অনেক সময় তিনি কথোপকথন থেকে নিজেই দূরে সরে যান। এটি শুধু ভুলে যাওয়া নয়—মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ারই ফল। আরও পড়ুন- রাশির বিরল পরিবর্তন, বিশেষ তিথিতে কার্তিক পুজো, কেন এবারের আরাধনাকে বিরাট শুভ মনে করা হচ্ছে? ৩. পরিচিত কাজ বা পরিকল্পনা শেষ করতে অসুবিধা বোধ হওয়া আগে রান্না করা, বিল দেওয়া, রুটিন তৈরি করা কিংবা অফিসের কাজের হিসেব মেলানো যাঁদের কাছে খুব সহজ কাজ ছিল, তাঁরা হঠাৎ করে এসব কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। এমনকী বহুদিনের পরিচিত রান্না করতে গেলেও অসুবিধা হতে পারে। পরিকল্পনা করা, ধাপে ধাপে কাজ করা কিংবা সমস্যা সমাধানের ক্ষমতা এই রোগে দ্রুত কমে যায়। এটি রোগের উল্লেখযোগ্য প্রাথমিক লক্ষণ। আরও পড়ুন- প্রয়াণ দিবসে শ্রদ্ধা বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতার নানা অজানা দিক ফিরে দেখা ৪. স্মৃতিভ্রংশ—যা দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটায় আলঝাইমারের সবচেয়ে পরিচিত লক্ষণ হল স্মৃতিশক্তি কমে যাওয়া। মানুষ সাম্প্রতিক ঘটনা ভুলে যায়—কিছুক্ষণ আগে কী বললেন, কার সঙ্গে কথা হল, কোথায় জিনিস রেখেছেন বা কোনও গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখতে পারেন না। ভুলে যাওয়া এতটাই বেড়ে যায় যে পরিবার, বন্ধু বা অফিসের কাজেও প্রভাব পড়ে। বারবার একই কথা জিজ্ঞাসা করা এই রোগের একটি সাধারণ উপসর্গ। আরও পড়ুন- শ্বাসযন্ত্রকে শক্তিশালী করতে নিয়মিত খান এই ৬ খাবার! ৫. হঠাৎ মুড পরিবর্তন বা ব্যক্তিত্বের পরিবর্তন আলঝাইমারের অন্যতম লক্ষণ হল মুড সুইং। যেমন অকারণে রাগ, দুঃখ, উদ্বেগ, ভয় বা বিরক্তি—আলঝাইমারের প্রথম ধাপেই দেখা যায়। শান্ত স্বভাবের মানুষ হঠাৎ খুব অস্থির বা সন্দেহপ্রবণ হয়ে যেতে পারেন। এমনকী আত্মবিশ্বাস কমে যাওয়ার কারণে তাঁরা নতুন পরিবেশের সঙ্গে বা মানুষের সঙ্গে মিশতেও ভয় পান। মস্তিষ্কের আচরণ নিয়ন্ত্রণকারী অংশে পরিবর্তন আসার কারণেই এমনটা হয়। ৬. সামাজিকতা থেকে ধীরে দূরে সরে যাওয়া আলঝাইমার রোগের শুরুর দিকে অনেকেই সামাজিক মেলামেশা এড়িয়ে চলতে শুরু করেন। আগ্রহের অভাবে প্রিয় শখ, নিয়মিত আড্ডা, পারিবারিক অনুষ্ঠান—সবকিছু থেকেই তাঁরা নিজেকে দূরে সরিয়ে নেন। কথোপকথনে কষ্ট হওয়া, ভুলে যাওয়ার ভয় কিংবা আত্মবিশ্বাসের অভাব এর প্রধান কারণ। এটি রোগের অন্যতম উপেক্ষিত প্রাথমিক সংকেত। কেন প্রাথমিক লক্ষণ চিহ্নিত করা জরুরি? বিজ্ঞানীরা বলছেন, প্রাথমিক পর্যায়ে আলঝাইমার্স রোগ (Alzheimer’s Disease) শনাক্ত করা গেলে জীবনযাত্রার পরিবর্তন, মানসিক ব্যায়াম, সঠিক চিকিৎসা এবং পর্যাপ্ত সহায়তার মাধ্যমে রোগের অগ্রগতি অনেকটাই কমানো সম্ভব। এক্ষেত্রে পরিবার এবং প্রিয়জনদের সচেতনতা রোগীকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করতে পারে বলেই বিশেষজ্ঞদের মত।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 2:16 pm

শুটিংয়ের সময় মা’কে হারান, ‘ডিপ ফ্রিজ’মুক্তির আগে ফের প্রিয়জনের প্রয়াণে শোকাহত অর্জুন

পরিচালকের পরিবারে ঘটে গেল বড় অঘটন।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 2:15 pm

রাজভবনে বম্ব স্কোয়াড! কল্যাণের অস্ত্র অভিযোগ উড়িয়ে তল্লাশির নির্দেশ রাজ্যপালের

তল্লাশির জন্য উত্তরবঙ্গ সফর কাটছাঁট করেছেন রাজ্যপাল।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 2:10 pm

Dakshin Dinajpur |সীমান্তে ভয়, দলবেঁধে ফর্ম পূরণ

বিধান ঘোষ, হিলি: তখন সবে দুপুর হয়েছে। কাঁটাতারের গা ঘেঁষে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে পঞ্চগড় এক্সপ্রেস। তার পাশে নভেম্বরের রোদে বসে চলেছে বিশেষ নিবিড় সংশোধনীর (এসআইআর) (SIR) ফর্ম পূরণ। ট্রেনের শব্দে যে কোনও কারও একটু অসুবিধা হওয়ারই কথা, তবে এদিন সেই আওয়াজ সীমান্তবাসীকে খুব একটা বিরক্ত করছিল না। কারণ সীমান্তের সকলের মাথায় এখন অন্য চিন্তা। […] The post Dakshin Dinajpur | সীমান্তে ভয়, দলবেঁধে ফর্ম পূরণ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Nov 2025 2:09 pm

বিচারের নামে প্রহসন! ইউনুসের আদালতে মৃত্যুদণ্ড হাসিনাকে, ঘটনাপ্রবাহে নজর দিল্লির

বিচারের নামে প্রহসন, বলছে আওয়ামি লিগ।

সংবাদপ্রতিদিন 17 Nov 2025 2:07 pm

Bengali Director Arjunn Dutta: মাতৃবিয়োগের বছর ঘুরতেই প্রিয়জনকে হারালেন, 'ডিপ ফ্রিজ' মুক্তির আগে শোকের ছায়া অর্জুনের জীবনে

Arjunn Dutta-Deep Fridge: জাতীয় পুরস্কারজয়ী বাঙালি পরিচালকের জীবনে ঝড়। যে ছবির জন্য জীবনের অন্যতম সেরা স্বীকৃতি পেলেন, সিনেমা মুক্তির আগেই পরিবারে অঘটন। প্রিয়জনকে হারালেন অর্জুন দত্ত। গত বছর মাকে হারিয়েছেন, সেই যন্ত্রণা আজও তাঁকে কষ্ট দেয়। জাতীয় পুরস্কার প্রাপ্তির সময়ও মায়ের স্মৃতিতে ডুব দিয়েছিলেন। পুরনো ঘা শুকানোর আগেই দাদাকে হারালেন পরিচালক অর্জুন দত্ত। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, তিনি অসুস্থ ছিলেন। অবশেষে রবিবার প্রয়াত হন। আগামী শুক্রবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ডিপ ফ্রিজ। তার আগে পরিবারে এমন ঘটনায় ভেঙে পড়েছেন পরিচালক। বয়স্ক বাবা, দাদা-বউদি আর সন্তানকে নিয়েই অর্জুনের পরিবার। মায়ের পর দাদার মৃত্যু আরও একবার শোকাচ্ছন্ন দত্ত পরিবার। সূত্রের খবর, অর্জুনের দাদা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। হাই সুগারের জন্য চোখেও একটু সমস্যা দেখা যায়। সেই জন্য অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু, এমন ঘটনা ঘটে যাবে সেটা কেউ ভাবতেই পারেননি। বছর ঘুরতেই ফের প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর অর্জু দত্ত। উল্লেখ্য, দিন কয়েক আগেই নিজেও হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার কথা নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ডিপ ফ্রিজ খ্যাত পরিচালক। আরও পড়ুন 'উপর থেকে কলকাঠি নাড়িয়ে...', মায়ের মৃত্যুর পর জাতীয় পুরস্কার জিতে আবেগপ্রবণ পরিচালক অর্জুন জাতীয় পুরস্কার নিতে যাওয়ার কিছু দিন আগেই কলকাতায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অর্জুন। সেখানেই সিঁড়ি থেকে স্লিপ করে পড়ে যান। চিকিৎসক তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, বাবা চেয়েছিলেন ছেলে নিজের হাতে জাতীয় পুরস্কার গ্রহণ করুক। তাই অস্ত্রোপচারের দিন পিছিয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন। এরপর শহরে ফিরে হাসপাতালে ভর্তি হন। অসুস্থতার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন পরিচালক। আরও পড়ুন হাসপাতালেই কেটেছে দীপাবলি, শিরদাঁড়ায় অস্ত্রোপচারের পর কেমন আছেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক অর্জুন? ঘরে ফিরে উচ্ছ্বাসিত হয়ে অর্জুন লিখেছিলেন, 'এক সপ্তাহ হাসপাতালে থাকার পর অবশেষে ঘরে ফিরলাম। চেয়ারে বসে সহকারীর সাহায্যে সাত দিন পর স্নান করলাম। আহা, স্বর্গীয় অনুভূতি। চুলেরও কিছুটা যত্ন নেওয়া হল। অনেকদিন পর শ্যাম্পু আর কন্ডিশনারে ধুলাম, সে এক দারুণ সুখের মুহূর্ত। যেহেতু আমি এখন একরকম 'গৃহবন্দি' তাই আমার সহকারী চুলের তিন রকম স্টাইল ট্রাই করে ফেলল। ঘরেই যেন মিনি মেকওভার! চুল বাঁধাও এখন বিলাসিতা মনে হয়।' আরও পড়ুন 'ডিপ ফ্রিজ' সেরা বাংলা ছবি, অর্জুনের প্রশংসায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালক শুভ্রজিৎ

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Nov 2025 2:05 pm