SIR in Bengal: ‘চাপ নিতে পারছি না’, সুইসাইড নোট লিখে নদিয়ায় আত্মঘাতী BLO
BLO commits Suicide: মৃতের পরিজনরা বলছেন, রিঙ্কু তরফদার স্কুলে পার্শ্বশিক্ষক ছিলেন। কম্পিউটারের পারদর্শী ছিলেন না। তারপরও তাঁকে বিএলও-র দায়িত্ব দিয়েছিলেন। উনি এই নিয়ে খুব চাপে ছিলেন। আর সেই চাপ সামলাতে না পেরেই আত্মঘাতী হয়েছেন। সেকথা সুইসাইড নোটে লিখেছেনও তিনি।
SIR: ‘আমার স্বামীকে বাবা বানিয়েছে…’, অবাক করা ঘটনা আলিপুরদুয়ারে
হায়দার শেখ তাঁর কেউ হয় না, এমনটাই দাবি করেছেন অনিমা বিবি। তাঁর বক্তব্য, তাঁকে না জানিয়েই সবটা হয়েছে। তাই বিডিও অফিসে ছুটেছেন তিনি। লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে।
এই ঘটনা স্বাভাবিকভাবে শাসকদলের অস্বস্তি বাড়িয়েছে।
South Africa vs India: পা গলিয়েছেন ধোনির জুতোয়, অধিনায়ক হতেই ধামাকা মন্তব্য ঋষভের!
Rishabh Pant: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। প্রসঙ্গত, কলকাতা টেস্ট খেলার সময়ই চোট পেয়েছিলেন ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুভমানের ঘাড়ের পেশিতে টান ধরে। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। এখনও সম্পূর্ণ ফিট হতে পারেননি শুভমান। সেকারণে খেলতে পারছেন না দ্বিতীয় টেস্ট ম্য়াচে। সেকারণেই ঋষভের হাতে তুলে দেওয়া হয়েছে নেতৃত্বের ব্যাটন। টস করতে এসে ঋষভ আর উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না। পাশাপাশি, শুভমান গিলের চোট নিয়েও বড়সড় আপডেট দিলেন তিনি। IND vs SA Live Cricket Score, 2nd Test: টস জিতে ব্যাটিং আফ্রিকার, কেমন হল ভারতের প্রথম একাদশ? এই দায়িত্ব পেয়ে আমি যারপরনাই খুশি: ঋষভ পন্থ গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা টস জেতার পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর ঋষভকে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বললেন, 'এটা আমার কাছে একটা অত্যন্ত গর্বের মুহূর্ত। একজন ক্রিকেটার সবসময়ই দেশের হয়ে অধিনায়কত্ব করার স্বপ্ন দেখেন। আমাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। সেকারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। এই সুযোগ সদ্ব্যবহার করার আপ্রাণ চেষ্টা করব। আমাদের লক্ষ্য একটাই। দল হিসেবে ক্রমাগত উন্নতিসাধন করা। আমার মনে হয়, এই উইকেট ব্যাটিং সহায়ক হবে। কিন্তু, প্রথমে বল করাটাও খুব একটা ভুল হবে না।' IND vs SA 2nd Test, Pitch Report: গুয়াহাটির উইকেট যেন 'অজানা রহস্য', লুকিয়ে রয়েছে কোন জুজু? ক্রমশ সুস্থ হচ্ছেন শুভমান গিল টসের সময় শুভমান গিলের ফিটনেস সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল ঋষভ পন্থকে। জবাবে তিনি বললেন, 'শুভমান ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এই ম্য়াচটা খেলার জন্য অত্যন্ত আগ্রহী ছিল। কিন্তু, শরীর সায় দিল না। আমরা সকলেই আশা করছি, ও দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবে। আমাদের প্রথম একাদশে দুটো পরিবর্তন করা হয়েছে। গিল এবং অক্ষর প্যাটেলের জায়গায় যথাক্রমে সাই সুদর্শন এবং নীতীশ কুমার রেড্ডিকে দলে নেওয়া হয়েছে।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে ঋষভ পন্থ টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন। ইতিপূর্বে, এই সিংহাসনে বসতে মহেন্দ্র সিং ধোনি।
ইকোপার্কের সামনে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডার টপকে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম ৭
চালক ও ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।
সৈয়দ মুস্তাক আলিতে কঠিন লড়াই বাংলার, আইপিএল নিলামের আগে পরীক্ষা দিতে দলে শামিও
টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ।
‘ট্রাম্পকে কি ফ্যাসিস্ট?’প্রেসিডেন্টের পাশে দাঁড়াতেই মামদানিকে প্রশ্ন সাংবাদিকের!
ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তটি।
Eastern Railway: যাত্রীদের সুবিধার্থে দুরন্ত পদক্ষেপ রেলের, দীর্ঘদিনের দাবি পূরণে আনন্দের বন্যা!
Indian Railways: হাওড়া ডিভিশনে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ইসলামপাড়া হল্ট স্টেশনে ২২টি ইএমইউ লোকালের অতিরিক্ত অস্থায়ী স্টপেজ আরও ছ’মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। একটি বিবৃতিতে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর ২০২৫ থেকে ২২ মে ২০২৬ পর্যন্ত এই বিশেষ স্টপেজ চালু থাকবে। এর আগে যাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ইসলামপাড়া হল্টে কিছু ইএমইউ ট্রেনের অস্থায়ী স্টপেজ চালু করা হয়েছিল। রেল সূত্রের খবর, প্রতিদিনই এই স্টেশন থেকে যাত্রীদের ভিড় বাড়ছে। সেই পরিস্থিতি বিচার করেই স্টপেজ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR কাজের মাঝে BLO-র মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর, অসুস্থ কর্মীকেও অনুদান রেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, যেসব ট্রেনগুলি ইসলামপাড়া হল্টে থামবে সেগুলি হল— ব্যান্ডেল – কাটোয়া শাখা ৩৭৭৪৩, ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩, ৩৭৭৫৭ এবং ৩৭৭৪৫ নম্বর ইএমইউ লোকাল হাওড়া – কাটোয়া শাখা ৩৭৯২১, ৩৭৯২৭, ৩৭৯১৫ এবং ৩৭৯২৫ নম্বর ইএমইউ লোকাল আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: “কোথাও ১০০, কোথাও ৫০০! SIR নিয়ে তৃণমূলের নতুন ব্যবসা”, অধীরের চাঞ্চল্যকর দাবি কাটোয়া – হাওড়া শাখা ৩৭৯১২, ৩৭৯১৪, ৩৭৯২৮, ৩৭৯২০ এবং ৩৭৯২৪ নম্বর ইএমইউ লোকাল কাটোয়া – ব্যান্ডেল শাখা ৩৭৭৪২, ৩৭৭৪৪, ৩৭৭৪৮, ৩৭৭৫০ এবং ৩৭৭৪৬ নম্বর ইএমইউ লোকাল কাটোয়া – শিয়ালদহ – কাটোয়া শাখা ৩১১১২/৩১১১১ নম্বর ইএমইউ লোকাল আরও পড়ুন- West Bengal Weather Update: তাপমাত্রা একই, শীত অদৃশ্য, আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস রেলের দাবি, এই স্টপেজ বাড়ানোর ফলে এলাকার সাধারণ যাত্রীদের যাতায়াতে স্বস্তি মিলবে। বিশেষ করে কর্মসূত্রে প্রতিদিন হাওড়া, ব্যান্ডেল, কাটোয়া ও সিয়ালদহমুখী যাত্রীরা উপকৃত হবেন।ইসলামপাড়া হল্ট তুলনামূলক ছোট হলেও প্রতিদিন হাজারের বেশি যাত্রী এখানে ওঠানামা করেন। আরও পড়ুন- IBPS PO Mains Result 2025: কবে প্রকাশিত হবে ফলাফল? জানুন ডাইরেক্ট লিঙ্ক ও স্কোরকার্ড ডাউনলোড পদ্ধতি স্থানীয় বাসিন্দাদের মতে, স্টপেজ বাড়ানো হলে যাত্রী চাপ সামলানো আরও সহজ হবে এবং ছোট স্টেশন হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের যাতায়াত আরও সুবিধাজনক হবে।রেল সূত্র জানিয়েছে, আগামী সময়ে যাত্রী চাহিদা ও ভিড়ের ওপর ভিত্তি করে স্টপেজ স্থায়ীকরণের বিষয়টিও ভাবা হতে পারে।
২৫২ কোটির মাদক মামলায় এবার শ্রদ্ধা কাপুরের ভাইকে তলব, বলিউড কি নেশার আখড়া? উঠছে প্রশ্ন
ওরির পর এবার শক্তি কাপুরের ছেলেকে তলব মুম্বই পুলিশের।
ম্যানগ্রোভের আড়ালে ওত পেতে ছিল, সঙ্গীদের চোখের সামনেই মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ
সবে নৌকা থেকে নেমেছেন। সামনে যে বিপদ ওত পেতে বসে রয়েছে বুঝতে পারেননি। কাঁকড়া ধরতে নৌকা থেকে নামতেই এক মৎস্যজীবীকে সুন্দরবনের গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বনি ক্যাম্প লাগোয়া সিঁদুরকাটি জঙ্গল এলাকায়। মঙ্গলবার সকালে কুলতলির মৈপীঠ উপকূল থানার এলাকার নগেনাবাদ গ্রামের বাসিন্দা তাপস হালদার(৪৫) সঙ্গী ধীবর গোপাল পাইক ও নেপাল পাইকের সঙ্গে কাঁকড়া ধরতে নৌকায় চেপে রওনা দিয়েছিলেন। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরের পর। নৌকা থেকে একাই প্রথমে নেমেছিলেন তাপস হালদার। ঠিক সেই সময়েই ম্যানগ্রোভ জঙ্গলের ঝোপের মধ্যে লুকিয়ে থাকা একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তাঁকে টানতে টানতে নিয়ে যায় গভীর জঙ্গলে। দুই সঙ্গী ধীবর চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের ধীবররা নৌকা নিয়ে সেখানে চলে আসেন। তাঁরা জঙ্গলের মধ্যে মধ্যে গিয়ে ওই ধীবরের খোঁজ চালান। কিন্তু বিস্তর খোঁজাখুঁজি করার পরও তাপসের হদিশ পাননি। ফিরে আসেন গ্রামে। কান্নায় ভেঙে পড়েন তাপসের পরিবার।
কলকাতার রাস্তায় পার্কিংয়ের নিয়ম বদল, কী জানালেন মেয়র?
পুর কমিশনার সুমিত গুপ্তাকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কর্তব্যরত অবস্থায় মৃত্যু। রাজ্যে মৃত দুই বিএলও (BLO)-র পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মৃত ২ বিএলও-র পরিবারপিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বিএলও-র পরিবারকে এক লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইআরের (SIR) কাজ করতে গিয়ে বিএলওদের […] The post Nabanna | কর্তব্যরত অবস্থায় মৃত দুই বিএলও’র পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা নবান্নের, অসুস্থকে এক লক্ষ appeared first on Uttarbanga Sambad .
‘দুই দলের মধ্যে একটা চুক্তির খেলা চলছে’, বিস্ফোরক প্রাক্তন সাংসদ
Jawhar Sarkar: জহর সরকারের মতে, ঝুঁকি নিয়ে মানুষকে বেরিয়ে আসতে হবে ও দুই শক্তিকে সরাতে হবে। তৃণমূলের বিকল্প যেন বিজেপি না হয়, সে কথাই বলছেন প্রাক্তন সাংসদ। তিনি প্রশ্ন তুলছেন, এত কেস হল অথচ কারও শাস্তি হল না?
Voter Card: অরিজিনাল ভোটার কার্ডটি হারিয়ে ফেলেছেন? এবার কী করবেন?
Voter Card Download: ভোটার কার্ড হারিয়ে গেলেও এসআইআর-এর ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। এপিক নম্বরটি জেনে রাখা জরুরি। আর এই এপিক নম্বর জানা থাকলে ভোটার কার্ড পেতেও কোনও সমস্যা হবে না। অরিজিনাল ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকলে কী বিকল্প আছে, জেনে নিন।
Kolkata News Live Updates: এসআইআর কার্যক্রম চলাকালীন দুই BLO-র মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্তব্যরত অবস্থায় মৃত্যু হওয়া দুই বিএলও কর্মীর পরিবারকে রাজ্য সরকার দু’ লক্ষ টাকা করে অনুদান দেবে। এছাড়া এসআইআর-এর কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা এক বিএলও কর্মীর চিকিৎসার জন্য এক লক্ষ টাকা দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন ধরে এসআইআর আতঙ্কে অসুস্থতা ও মৃত্যুর খবর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিলছে। এই পরিস্থিতিতে এসআইআর কাজ স্থগিত রাখার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন- West Bengal Weather Update: তাপমাত্রা একই, শীত অদৃশ্য, আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস অন্যদিকে, কলকাতা শহর পরিষ্কারের কাজে বাধা তৈরি হওয়ায় কলকাতায় নতুন পার্কিং বিধি কার্যকর হতে চলেছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাস্তার ধারে পার্কিংয়ের জেরে সকালবেলার পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে সমস্যায় পড়ছেন কর্মীরা। অনেক সময় পার্কিং-এর কারণে রাস্তা অপরিষ্কারই থেকে যাচ্ছে। তাই প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাস্তার ধারে পার্কিং নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: “কোথাও ১০০, কোথাও ৫০০! SIR নিয়ে তৃণমূলের নতুন ব্যবসা”, অধীরের চাঞ্চল্যকর দাবি এদিকে, নভেম্বর মাস শেষ হতে চললেও রাজ্যে শীতের দেখা মিলছে না। গত কয়েকদিন ধরে তাপমাত্রা মোটামুটি একই রয়েছে এবং নতুন করে তাপমাত্রা পতনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে আগামী সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন- ভুলেও এই দিনে কলকাতায় আসবেন না, যানযটে নাকাল হবেন, পরিবার নিয়ে ভোগান্তির শেষ থাকবে না
‘হিন্দুরা না থাকলে পৃথিবীর অস্তিত্বও থাকবে না’, মন্তব্য মোহন ভাগবতের
মণিপুরে গিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান।
Farha Khan-Dilip: ইউটিউবেই বড় রোজগার! দিলীপের জীবনে ফারাহর অবদান শুনলে চমকে যাবেন..
ফারাহ খান যখন থেকে নিজের রাঁধুনি দিলীপকে নিয়ে ভ্লগ করা শুরু করেছেন, তখনই তা ব্যাপক জনপ্রিয়তা পায়। মাত্র দেড় বছরের মধ্যেই তাঁদের ইউটিউব চ্যানেল পৌঁছে যায় প্রায় ২.৫ মিলিয়ন গ্রাহকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফারাহ জানান, প্রথমদিকে তিনি একাই ভিডিও বানাতেন, কিন্তু বুঝতে পারেন যে খাবারের প্রস্তুতি, রান্নার প্রক্রিয়া এবং দর্শকদের সঙ্গে কথোপকথন, সবকিছু একসঙ্গে সামলানো কঠিন। তখনই তিনি সিদ্ধান্ত নেন দিলীপকে ভিডিওতে যুক্ত করার। আর সেটাই হয়ে ওঠে তাঁদের সাফল্যের টার্নিং পয়েন্ট। দ্বিতীয় ভ্লগ প্রকাশের পরই তাঁরা পেয়ে যান ইউটিউবের সিলভার বোতাম, অর্থাৎ ১ লক্ষ গ্রাহকের স্বীকৃতি। Miss Universe 2025: মিস ইউনিভার্স মঞ্চে আবারও ভারত ব্যর্থ, ফিরে দেখা তিন বিজয়ীর গৌরব গাঁথা সোহা আলি খানের সঙ্গে আড্ডায় ফারাহ বলেন, তাঁর পরবর্তী সিনেমা শুরু হতে এখনও সময় থাকায়, তিনি ভাবলেন ইউটিউবের জন্য স্বল্প কয়েকটি ভিডিও তৈরি করবেন। যেহেতু তাঁর খাবার-সংক্রান্ত রিল প্রায়ই ইনস্টাগ্রামে ভাইরাল হয়, তাই খাবারকেন্দ্রিক কনটেন্টই বেছে নেন। তবে প্রথম ভিডিওর পরই বুঝতে পারেন- সহযোগী না থাকলে নিয়মিত ভ্লগ করা কঠিন। সেই কারণেই দিলীপকে সামনে নিয়ে আসা। ফারাহ বলেন, “আমি শুধু তাকে বলতাম, ‘তুমি এইটুকু বলে দাও’। আমি তাকে পাঞ্চলাইন দিতাম, আর সেখান থেকেই মজাটা জমে উঠত।” ফারাহ স্বীকার করেছেন, ইউটিউব শুরু হওয়ার পর দিলীপের জীবন বদলে গেছে। আগেও তিনি ভালো বেতন পেতেন, তবে এখন তাঁর উপার্জন এবং সামাজিক অবস্থান দুটোই উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ফারাহ জানান, তিনি দিলীপের সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর দায়িত্ব নিয়েছেন, এমনকি তাঁর এক ছেলেকে রন্ধনশিল্পের ডিপ্লোমা কোর্সেও ভর্তি করিয়েছেন। দিলীপের প্রচুর ঋণ ছিল, যা চুকোতে তাঁদের পুরো এক বছর লেগেছে। ফারাহ বলেন, “তার সব ঋণ শোধ করে দিয়েছি। তাকে বলেছি- আর সুদের ঋণ নেবে না। এখন সে নিজের বাড়ি বানাচ্ছে। আমি কয়েকটি ব্র্যান্ডকে যুক্ত করার চেষ্টা করছি যাতে বাড়িটা কম খরচে বা সম্ভব হলে বিনামূল্যে সম্পূর্ণ হয়।” Dipika Kakkar: ‘মনটা মানতে চায় না’, প্রতিদিন নতুন লড়াই, মানসিক চাপে দীপিকা! ইউটিউব মাধ্যম ফারাহকে দিয়েছে পূর্ণ স্বাধীনতা। তাঁর কথায়, এটা আমার চ্যানেল, তাই আমি যা চাই তাই করি। কোনো ওটিটি বা প্রোডাকশন হাউস তাঁকে নির্দেশ দেয় না কারা আসবে, কী বাদ দিতে হবে। সেই স্বাধীনতাই তাঁকে নিয়মিত কনটেন্ট তৈরি করতে উৎসাহিত করে। তাঁর ভাষায়, ইউটিউব থেকে তিনি এখন এমন আয় করেন, যা অনেক সময় তাঁর সিনেমার আয়েরও বেশি।
SIR |২৫ নভেম্বরের মধ্যে এসআইআরের ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করার নির্দেশ কমিশনের: সূত্র
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৪ ডিসেম্বর নয়, ২৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এসআইআরের (SIR) ডিজিটাইজেশন প্রক্রিয়া। রাজ্যের সমস্ত জেলাশাসককে এমনই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। খবর সূত্রের। ডিজিটাইজেশনের সময়সীমা ৪ ডিসেম্বর হলেও, তার আগেই কাজ শেষ করতে বলা হয়েছে। কারণ, আগে কাজ শেষ না হলে অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে। কমিশনের তরফে […] The post SIR | ২৫ নভেম্বরের মধ্যে এসআইআরের ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করার নির্দেশ কমিশনের: সূত্র appeared first on Uttarbanga Sambad .
Sprouted Potato: সাবধান! অঙ্কুরিত আলু খাচ্ছেন? আপনার শরীরে কী ভয়ঙ্কর ক্ষতি হতে পারে জানেন?
Sprouted Potato: অঙ্কুরিত আলু অনেকের রান্নাঘরেই দেখা যায়, বিশেষ করে যখন আলু দীর্ঘদিন রেখে দেওয়া হয়। বেশিরভাগ মানুষই মনে করেন অঙ্কুর কেটে ফেলে দিলেই বোধহয় আলু নিরাপদ হয়ে যায়। কিন্তু বাস্তবে বিষয়টি মোটেও এত সহজ নয়। অঙ্কুরিত আলুর ভিতরে এমন কিছু বিষাক্ত যৌগ তৈরি হয়, যা শরীরের (health) জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাই রান্না করার আগে এই বিষয়টি জানা খুবই জরুরি যে অঙ্কুরিত আলু আসলে কতটা বিপজ্জনক। যখন আলু অঙ্কুরিত হতে শুরু করে, তখন তার ভিতরে গ্লাইকোঅ্যালকালয়েড নামে কিছু প্রাকৃতিক রাসায়নিকের পরিমাণ বেড়ে যায়। এর মধ্যে সোলানিন ও চ্যাকোনিন প্রধান। কীভাবে বিষ ছড়ায়! আলু যখন স্বাভাবিক অবস্থায় থাকে, তখন এই যৌগগুলোর পরিমাণ খুবই কম থাকে। আর, এগুলো ক্ষতিকর নয়। কিন্তু আলো, তাপ বা দীর্ঘদিন রেখে দিলে এই যৌগগুলো দ্রুত বৃদ্ধি পায়। অঙ্কুর গজানোর সময় আলু নিজেকে রক্ষা করার জন্য স্বাভাবিকভাবেই বেশি সোলানিন তৈরি করে, যা মানুষের জন্য বিষক্রিয়ার কারণ হতে পারে। আরও পড়ুন- প্রতিদিন ফেলে দেওয়া এই সামান্য জিনিসেই পান আয়নার মত উজ্জ্বল ত্বক এই সোলানিনের মাত্রা বেড়ে গেলে আলুর স্বাদ তেতো হয়ে যায়, রং সবুজাভ হয় এবং খোসা শক্ত হয়ে ওঠে। অনেক সময় মানুষ ভেবে থাকে যে সবুজ অংশ কেটে ফেললে আলু খাওয়া যাবে, কিন্তু আলুর ভেতরেও এই বিষাক্ত উপাদান ছড়িয়ে পড়ে। ফলে কেবল অঙ্কুর ফেলে দিয়ে রান্না করলে ঝুঁকি শেষ হয়ে যায় না। সোলানিন শরীরের নার্ভ সিস্টেমে আঘাত করে এবং পাচনতন্ত্রে মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে। বমি, ডায়েরিয়া, পেটে ব্যথা, মাথা ঘোরা, দ্রুত হৃদস্পন্দন, জ্বর, এমনকী গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট বা বিষক্রিয়া পর্যন্ত হতে পারে। আরও পড়ুন- কিশোর কুমার ছিলেন জীবনসঙ্গী, কিন্তু রুমা গুহঠাকুরতা প্রতিষ্ঠিত হয়েছিলেন নিজ গুণে অঙ্কুরিত আলুর আরেকটি সমস্যা হল, এর পুষ্টিগুণ কমে যাওয়া। দীর্ঘদিন রেখে দিলে আলুর মধ্যে থাকা ভিটামিন, খনিজ, এমনকি স্টার্চও নষ্ট হয়। সেগুলো অঙ্কুর তৈরিতে ব্যয় হয়। ফলে আলু দেখতে ঠিকঠাক মনে হলেও পুষ্টির মান অনেক কমে যায়। রান্নার পরেও এই আলুর স্বাদ ভালো থাকে না, এবং শরীরে কোনো উপকার তো করেই না, বরং ক্ষতির সম্ভাবনা বাড়ায়। আরও পড়ুন- এই ঘরোয়া সামান্য জিনিসেই চুল করুন মজবুত আর ঘন! আলু দীর্ঘক্ষণ ভালো রাখতে হলে সংরক্ষণ পদ্ধতির দিকেও নজর দিতে হবে। আলু কেনার সময় এর গায়ে থাকা হালকা মাটির স্তর না ধোয়াই ভালো, কারণ এই মাটিই প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে ও আলুকে দ্রুত পচন থেকে রক্ষা করে। ধুয়ে ফেললে আলুর মধ্যে আর্দ্রতা ঢুকে পড়ে, যার ফলে দ্রুত অঙ্কুর বের হয়। তাই আলু সবসময় ঠান্ডা, অন্ধকার ও হাওয়া চলাচল হয় এমন জায়গায় রাখা উচিত। সূর্যের আলো সরাসরি পড়লে আলুর খোসা সবুজ হয়ে যেতে পারে এবং তাতে আরও বেশি সোলানিন তৈরি হয়। আরও পড়ুন- এই ৬টি ফলে থাকে সবচেয়ে বেশি কীটনাশক, জানলে অবাক হবেন! অনেকে ভুল করে আলু ফ্রিজে রাখেন, যা মোটেও ঠিক নয়। ফ্রিজের কম তাপমাত্রা আলুর স্টার্চকে চিনিতে রূপান্তরিত করে ফেলে। এর ফলে আলুর স্বাদ পরিবর্তিত হয়, এবং ভাজার সময় এটি দ্রুত পুড়ে যায়। এছাড়া এমন আলু খেলে রক্তে শর্করার ভারসাম্যও নষ্ট হতে পারে। একইসঙ্গে আলু কখনও পেঁয়াজের পাশে রাখা উচিত নয়, কারণ পেঁয়াজ থেকে নির্গত ইথিলিন গ্যাস আলুকে দ্রুত অঙ্কুরিত করে। কোথায় রাখবেন আলু? সংরক্ষণের সময় প্লাস্টিকের মোড়ক বা বন্ধ পাত্র ব্যবহার করাও বড় ভুল। এতে ভেতরে আর্দ্রতা জমে যায় এবং আলু দ্রুত নষ্ট হতে শুরু করে। এর পরিবর্তে কাগজের ব্যাগ, কার্ডবোর্ডের বাক্স বা খোলা ফাইবার ঝুড়ি ব্যবহার করা উত্তম, যাতে বাতাস চলাচল করতে পারে। সবশেষে মনে রাখার বিষয়, অঙ্কুরিত বা সবুজ হয়ে যাওয়া আলু কখনই খাওয়া উচিত নয়। সামান্য ক্ষতি মনে হলেও এর ঝুঁকি খুব বড়। শরীরের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাবও ভয়াবহ হতে পারে। তাই ভালো স্বাস্থ্য বজায় রাখতে তাজা, অঙ্কুরহীন, দৃঢ় ও শুকনো আলু বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
চকোলেটের মোড়কের সূত্র ধরে বধূর গোয়েন্দাগিরিতে গ্রেপ্তার রাঁধুনি, উদ্ধার গয়না
ধৃতকে জেরা করছে পুলিশ।
Malda Voter List: ৭ হাজার ভোটারের কোনও খোঁজই নেই! চোখ কপালে কমিশনের আধিকারিকদের
Malda: জেলার প্রশাসনিক ভবনে জেলার নির্বাচন দফতরের পদস্থ আধিকারিকদের সঙ্গে তাঁরা বৈঠক করেন। পরে প্রশাসনিক ভবনে জেলাশাসক এবং বিডিওদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতী।
টস হারলেন অধিনায়ক পন্থও, গুয়াহাটি টেস্টে শুভমানের বদলি কে?
অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে এটাই প্রথম টেস্ট ম্যাচ।
IND vs SA Live Cricket Score, 2nd Test: শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট, প্রতিশোধের ম্যাচে জিততে মরিয়া ভারত
India vs South Africa Test Match: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট ম্য়াচ শুরু হতে চলেছে। এই ম্য়াচের আগে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন। প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এই ব্যাপারে মুখ খুললেন শীতাংশু কোটাক। এদিন সাংবাদিক বৈঠকে তিনি কার্যত ক্ষোভে ফেটে পড়লেন। তিনি মনে করেন, ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ গৌতম গম্ভীরের বিরুদ্ধাচারণ করার জন্যই মুখিয়ে থাকেন। পাশাপাশি শুভমান গিলের চোট নিয়েও কথা বললেন তিনি। IND vs SA 2nd Test News Update: ইডেন টেস্টে হারের পর এবার বিশাল ধাক্কা, কীভাবে সামলাবেন গৌতম গম্ভীর? টিম ইন্ডিয়ার প্রথম একাদশ নিয়ে কী বললেন শীতাংশু কোটাক ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক এদিন সাংবাদিক বৈঠকে কার্যত আগুন ফর্মে ছিলেন। গৌতম গম্ভীরের সমালোচকদের জবাব দেওয়ার পাশাপাশি তিনি শুভমানের গিলের চোট নিয়েও মুখ খুললেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, শুভমান গিলের বিকল্প হিসেবে ভারতীয় ক্রিকেট দলের হাতে অনেক বিকল্প রয়েছে। গত ম্য়াচে গিল যখন চোট পেয়েছিলেন, সেইসময় ধ্রুব জুরেলকে চার নম্বরে ব্যাট করার জন্য পাঠানো হয়েছিল। দ্বিতীয় টেস্টেও জুরেলকে ৪ নম্বরে দেখা যেতে পারে। এই ম্য়াচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। অধিনায়কের কুর্সিতে বসে তিনি কেমন পারফরম্য়ান্স করেন, সেটাই আপাতত দেখার।
Prosenjit Chatterjee-Sudipta Chakraborty: লড়াকু মহিলাদের সংগ্রাম নিয়ে সান বাংলায় শুরু হয়েছিল 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। এই শো-এর জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। এই মুহূর্তে চসিজন ২-এর প্রতিটি পর্ব দেখতে মুখিয়ে থাকে শোয়ের দর্শক। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নব রূপে, নব সাজে, আরও বড় পরিসরে এখন অনুষ্ঠিত হয় 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। দেখতে দেখতে এসে গেল সিজন ২-এর মাসিক ফিনালে! চলতি নভেম্বরেই সম্প্রচারিত হবে সেই বিশেষ পর্ব, দোসর বর্ষপূর্তির উদযাপন। আর সেই বিশেষ মুহূর্তে শোয়ের গ্ল্যামার বাড়াতে থাকছেন টলিপাড়ার জ্যেষ্ঠপুত্র, স্বয়ং 'ইন্ডাস্ট্রি', প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত লড়াকু মা লক্ষ্মীরা। হাসি-খেলায়-মজায় ভরপুর সিজন ২-এর মাসিক ফিনালে। বিজয়িনী পাবেন ২লাখ টাকা। সঙ্গে থাকছে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প যা শুনবেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু শুনবেন না থাকছে বুম্বাদার জমজমাট নাচের পারফরম্যান্স। প্রসেনজিৎ-এর ছবির জনপ্রিয় গান 'চোখ তুলে দেখো না', 'আমি আমি জানি জানি'-তে কোমর দোলাবেন। লক্ষ্মীদের এই জীবন সংগ্রামের গল্প শুনে তাঁদের সাহস জুগিয়েছেন টলিপাড়ার 'জ্যেষ্ঠপুত্র'। এই শো যে শুধুমাত্র বিনোদনের একটা মঞ্চ নয়, সামাজিক দায়বদ্ধতা পালন করেছে সে কথাও বার বার উঠে এসেছে প্রসেনজিৎ-এর বক্তব্যে।আগামী ৩০ নভেম্বর সন্ধ্যে ৬ টায় সান বাংলায় দেখা যাবে এই ধামাকা মাসিক ফিনালে। অডিশনের মাধ্যমে বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ এখন খেলা হয় পাঁচ রাউন্ডে। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। প্রতি পর্বে এখন থেকে তিনজনের বদলে চারজন করে মহিলা প্রতিযোগী থাকেন। কাউকেই খালি হাতে ফিরতে হয় না। নতুন এই ফরম্যাটে যুক্ত হয়েছে আরও একটি নতুন খেলা। টাকার খনি, বল ফেলতে টাকা কুলো এমন সব মজার খেলার সঙ্গে এখন আবার হয় 'টাকার গদি'। শো- সঞ্চালনার দায়িত্বে থাকেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। আরও পড়ুন সুদীপ্তার সঙ্গে রিয়্যালিটি শোয়ে ধামাকা করবে 'মুনির আলি', 'লাখ টাকার লক্ষ্মীলাভ' -এ কোন ভূমিকায় অঙ্কুশ? ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটি নন ফিকশন শো নয়, মহিলাদের স্বপ্নপূরণের প্ল্যাটফর্ম। মহিলাদের স্বনির্ভর হওয়ার ইচ্ছেকে আরও জোরাল করতেই সান বাংলার এই বিশেষ উদ্যোগ। এই শো সঞ্চালনা করতে করতে জীবন সম্পর্কে তাঁর ধারণা অনেকটাই বদলে গিয়েছে, সেই কথা বার বার শোনা যায় সুদীপ্তা চক্রবর্তীর কণ্ঠে। বহুবার বলেছেন এত মহিলার লড়াইয়ের গল্প শুনে নিজের জীবন সম্পর্কে অভিযোগ করা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। আরও পড়ুন রিয়্যালিটি শোয়ে এসে কোয়েল নিলেন বিরাট দায়িত্ব, নতুন রূপে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এ আর কোন চমক? জানুন দিনক্ষণ মাঝে মাঝে লাখ টাকার লক্ষ্মীলাভে খেলতে আসেন এক ঝাঁক তারকারা। গল্প,আড্ডায় জমে ওঠে সেই পর্ব। তারকারা অবশ্য সব টাকা নিয়ে যান না। তাঁদের টাকা নিয়েই তৈরি হয় লক্ষ্মী ব্যাঙ্ক। এবারে 'লক্ষ্মী ব্যাঙ্ক'-এর টাকা থেকেছয় জন লড়াকু মা লক্ষ্মীদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে৫০ হাজার টাকা যাতে তাঁরা তাঁদের স্বপ্ন পূরণের দিশা খুঁজে পান। মানুষের বিপুল চাহিদার জন্য এই শো এখন টানা দেড় ঘন্টার। আরও পড়ুন ছোট পর্দায় গ্র্যান্ড কামব্যাক অপরাজিতা আঢ্যর, কোন ভূমিকায় 'লক্ষ্মী কাকিমা'?
West Bengal Weather Update: তাপমাত্রা একই, শীত অদৃশ্য, আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস
নভেম্বরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েও রাজ্যে শীতের দেখা মিলছে না। উল্টে দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেক জায়গায় এখনো পর্যন্ত ফ্যান চালানোর প্রয়োজন পড়ছে। গত কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কিছু দিন এমনই আবহাওয়া বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। না নতুন করে তাপমাত্রা পতনের সম্ভাবনা আছে, না আবার আরও গরম বাড়ার আশঙ্কা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী কয়েক দিন ভোরের দিকে বেশ কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে। তবে সূর্যের আলো উঠলে পরিস্থিতি স্বাভাবিক হবে। উত্তরবঙ্গেও বড় কোনও তাপমাত্রা পতনের খবর নেই। সেখানে আগামী কয়েক দিন তাপমাত্রা একই থাকবে বলে অনুমান। তবে আগামী সপ্তাহের শুরুতে দার্জিলিংয়ের কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে কবে ফিরবে শীত? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি নভেম্বর মাসের শেষ পর্যন্ত তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই। এমনকি ডিসেম্বরের শুরুতেও বড় ধরনের ঠান্ডার সম্ভাবনা নেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে পরিস্থিতিতে পরিবর্তন দেখা যেতে পারে। সেই সময় থেকেই আবার নতুন করে তাপমাত্রা পতন শুরু হলে রাজ্যে মিলতে পারে জমাট শীতের স্বাদ।
ভুলেও এই দিনে কলকাতায় আসবেন না, যানযটে নাকাল হবেন, পরিবার নিয়ে ভোগান্তির শেষ থাকবে না
ফের যানযটের জেরে চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। বিকল্প পথে চলবে যানবাহন। আগামিকাল, রবিবার (২৩ নভেম্বর) সকাল ছ’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত ফের আট ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে এই সময়ের মধ্যে এই সেতু দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। সব যানবাহনকে বিকল্প পথে ঘোরানো হবে। পুলিশের তরফে জানানো হয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) স্টে কেবল, হোল্ডিং–ডাউন কেবল, বেয়ারিংসহ সেতুর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ বদলানোর কাজ করছে। তারই জেরে আগামী রবিবার বন্ধ থাকবে কলকাতার এই গুরুত্বপূর্ণ সেতু। প্রতিদিন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে হাজার-হাজার গাড়ি যাতায়াত করে। স্বাভাবিকভাবেই কাল দিনভর এই সেতু বন্ধ থাকার জেরে দুর্ভোগ বাড়বে। আরও পড়ুন- বিরাট বিস্ফোরণে মৃত্যু মিছিল, শোকে আঁতকে উঠল সকলেই, ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী রবিবার (২৩ নভেম্বর) সকাল ছ’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত ফের আট ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এই সময়ের মধ্যে সেতুর মেরামতির কাজ চলবে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে বিকল্প পথে গাড়ি যাতায়াত করবে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে একাধিক রবিবার বিদ্যাসাগর সেতু দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে জরুরি মেরামতি কাজের জন্য। ফলে বহু যাত্রীকে আবারও ভোগান্তির মুখে পড়তে হবে। আগামী ২৩ নভেম্বর বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় গাড়িগুলিকে বিকল্প পথে চালানো হবে। এজেসি বসু রোড থেকে জিরাট আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে টার্ফভিউ হয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে পাঠানো হবে। আবার হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড ধরেও গাড়িগুলি এগোতে পারবে। খিদিরপুর–সিজিআর রোড ধরে সেতুমুখী গাড়িগুলিকে হেস্টিংস মোড় থেকে বাঁদিক ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে। কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর ওয়াই–পয়েন্ট র্যাম্প হয়ে হাওড়া ব্রিজ যেতে হলে ঘোড়া পাসের কাছে রেড রোড ধরতে হবে। আরও পড়ুন- BLO-দের চাপ দেওয়ার অভিযোগ, একাধিক DM-BDO-র বিরুদ্ধে FIR চান শুভেন্দুরা ৮২৩ মিটার দীর্ঘ বিদ্যাসাগর সেতুর নির্মাণ কাজ প্রায় ২৭ বছর আগে শেষ হয়েছিল। স্টে–কেবল, হোল্ডিং–ডাউন কেবল, ডেক স্ল্যাব এবং এক্সপানশন জয়েন্টের মতো গুরুত্বপূর্ণ অংশগুলির বয়স ২৫ বছর পেরোনোর পর এখন এগুলি পরিবর্তন করা অপরিহার্য হয়ে উঠেছে। তাই চলছে বৃহৎ পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ।
Burdwan: দোকানে যাওয়ার পথেই জঙ্গলে টেনে নিয়ে যায় ওরা! লোকলজ্জার ভয়ে কাউকে বলতেই পারেনি নাবালিকা
Burdwan: নির্যাতিতার বক্তব্য অনুযায়ী, ছ'জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এদিকে, শুক্রবার নির্যাতিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Legendary Folk Singer: গানের টানে বাড়ি ছেড়েছিলেন, গণসংগীতে ইতিহাস গড়েছেন হেমাঙ্গ বিশ্বাস
Legendary Folksong Singer: গানের টানে বাড়ি ছেড়েছিলেন জমিদারবংশের ছেলে হেমাঙ্গ বিশ্বাস। জন্মেছিলেন ১৯১২ সালের ১৪ ডিসেম্বর, বর্তমান বাংলাদেশের সিলেট জেলার মিরাশী গ্রামে। পরিবার ছিল অভিজাত, কিন্তু তার ভেতরে সঙ্গীতচর্চার বিশেষ পরিবেশ ছিল না। তবুও শৈশব থেকেই তাঁর মনে গানের প্রতি এক অদ্ভুত আকর্ষণ কাজ করত। সেই আকর্ষণ ধীরে ধীরে রূপ নেয় জনতার গান, মুক্তির গান, শ্রেণিসংগ্রামের গানে। বাংলা গণসংগীতের ইতিহাসে যে কয়েকজন শিল্পী নতুন ধারা ও নতুন চেতনার জন্ম দিয়েছেন—হেমাঙ্গ বিশ্বাস তাঁদের অন্যতম শ্রেষ্ঠই শুধু নন, পথিকৃৎ। হবিগঞ্জ হাইস্কুলে পড়াশোনা শেষ করে শ্রীহট্ট মুরারিচাঁদ কলেজে ভর্তি হন তিনি। এ সময় দেশের রাজনীতিতে প্রবল আন্দোলন, বিক্ষোভ, স্বাধীনতার দাবিতে মানুষের রাস্তায় নামা তাঁর মনে জন্ম দিয়েছিল বিপ্লবী চেতনার। সংগীতই হয়ে ওঠে তাঁর সংগ্রামের হাতিয়ার—এ বিশ্বাস তাঁকে ক্রমশ মানুষের আরও কাছে নিয়ে যায়। স্বাধীনতার আগে থেকেই রাজনৈতিক আন্দোলন, শ্রমিক-কৃষকের অধিকার এবং প্রগতিশীল আদর্শের সঙ্গে নিজেকে যুক্ত করেন। ১৯৩২ সালে যুক্ত হন কমিউনিস্ট পার্টির কাজে। রাজনৈতিক মতাদর্শের কারণে তাঁকে দু’বার কারাবরণ করতে হয়—একবার ১৯৩৫ সালে, আবার ১৯৪৮ সালে। কারাবাসের কঠোর পরিবেশে যক্ষায় আক্রান্ত হলেও, তাঁর মনোবল ভাঙেনি। বরং সংগ্রামের আগুন আরও তীব্র হয়ে ওঠে তাঁর ভেতরে। আরও পড়ুন- মানুষের দুঃখ, কষ্ট, প্রার্থনা, এসব কি সত্যিই ভগবানের কাছে পৌঁছায়? কী বলছেন প্রেমানন্দ মহারাজ? ১৯৩৮–৩৯ সালে দেশজুড়ে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের স্বপ্নে যাত্রা শুরু করে ‘ভারতীয় গণনাট্য সংঘ’ বা IPTA। বিনয় রায়, দেবব্রত বিশ্বাস, নিরঞ্জন সেনদের সঙ্গে এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা-শিল্পী হিসেবে হেমাঙ্গ বিশ্বাস দ্রুত এগিয়ে আসেন। সুর ও গানের যে নতুন ভাষা IPTA নির্মাণ করেছিল—লোকগানের সুরে গণচেতনার মিলন—তার প্রধান স্রষ্টাদের একজন ছিলেন তিনি। আরও পড়ুন- শীতের কামড় থেকে কীভাবে নিরাপদে রাখবেন আদরের পোষ্যকে? জানুন ৫টি সিক্রেট টিপস ১৯৪২ সালে প্রথম কলকাতায় আগমন তাঁর জীবনের বড় পরিবর্তন। প্রগতিশীল শিল্পীদের ডাকেই তিনি কলকাতায় যান এবং শিগগিরই গণসংগীতের এক অনন্য মুখ হয়ে ওঠেন। তাঁর গান—'তোমার কাস্তেটারে দিও জোরে শান', 'কিষাণ ভাই তোর সোনার ধানে বর্গী নামে'—তখন আসাম ও বাংলার শ্রমিক ও কৃষক আন্দোলনে নতুন উত্তাপ ছড়িয়ে দিয়েছিল। তাঁর কণ্ঠস্বর ছিল মানুষের ব্যথা, মানুষের রাগ, মানুষের মুক্তির সুর। আরও পড়ুন- বাড়ির এই দিকে পূর্বপুরুষদের ছবি রাখবেন না, জীবন দুর্বিসহ হয়ে উঠবে লোকসংগীত থেকে গণসংগীত—এই দুই ধারার মাঝে তিনি নির্মাণ করেছিলেন এক নতুন সেতু। বাংলা ভাটিয়ালি, ভাওয়াইয়া, ঝুমুর, বাউল, জারি-সারি—গ্রামীণ বাংলার প্রকৃত স্বরকে তিনি রাজনৈতিক চেতনায় রাঙিয়ে তুলেছিলেন। তাঁর সুরে নদী, খেত, মাঠ, শ্রমিকের ঘাম, মেহনতি মানুষের বেদনা—সবকিছুই পাওয়া গিয়েছে। তাঁর গান ছিল সংগ্রামের অস্ত্র, প্রতিবাদের ভাষা। 'বাঁচবো বাঁচবোরে আমরা, ভাঙা বুকের পাঁজর দিয়া নয়া বাংলা গড়বো'—এই উচ্চারণে যে আগুন ছিল, তা আজও আন্দোলনে গাওয়া হয় একই তীব্রতায়। আরও পড়ুন- বাড়ির এই দিকে রাখুন হনুমানজির ছবি, একমাসেই 'ম্যাজিক' দেখুন লোকগানের গভীর শেকড় সম্পর্কে তাঁর জ্ঞান ছিল অসাধারণ। রাঢ় বঙ্গের ঝুমুর, বরেন্দ্র অঞ্চলের ভাওয়াইয়া, বাউল-ফকিরের সহজ-সরল সুর—এসব ধারাকে তিনি মিলিয়ে তৈরি করেছিলেন গণসংগীতের নিজস্ব রূপ। হাছন রাজা থেকে মুর্শিদী গানের সুর পর্যন্ত তাঁর কণ্ঠে পেয়েছে নতুন প্রকাশ, নতুন শক্তি। আরও পড়ুন- বাড়ির এই দিকে রাখুন হনুমানজির ছবি, একমাসেই 'ম্যাজিক' দেখুন তাঁর বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে—'আমরা করবো জয়', 'তেলেঙ্গানা তেলেঙ্গানা', 'উদয় পথের যাত্রী ওরে ছাত্রছাত্রী', 'তোমার কাস্তেটারে দিও জোরে শান', 'হায় হায় ঘোর কলিকাল', 'বাঁচবো বাঁচবোরে আমরা', এবং প্রতিবাদের প্রতীকী লাইন—'ওরা আমাদের গান গাইতে দেয় না।' তাঁর রচিত বিখ্যাত চরণ—হবিগঞ্জের জালালী কইতর, সুনামগঞ্জের কুরা, সুরমা নদীর গাংচিল, আমি শুন্যে দিলাম উড়া—এ যেন তাঁর নিজের জীবনের ছবি। এক বুক স্বাধীনতা নিয়ে, গানের ডানায় ভর করে তিনি আজীবন উড়েছেন মানুষের পথে পথে। শিল্পী, রাজনৈতিক যোদ্ধা শিল্পী হিসেবে, রাজনৈতিক যোদ্ধা হিসেবে, গণসংগীতের প্রহরী হিসেবে, মানুষের অধিকারের কণ্ঠস্বর হিসেবে—হেমাঙ্গ বিশ্বাস ছিলেন এক চলমান ইতিহাস। তাঁর জীবন শুধু সংগীত নয়, ছিল সংগ্রাম, ছিল পথচলা, ছিল মানুষের প্রতি অগাধ ভালোবাসা। ১৯৮৭ সালের ২২ নভেম্বর তিনি প্রয়াত হন। কিন্তু তাঁর গান আজও শ্রমজীবী মানুষের রক্তে, প্রতিবাদী কণ্ঠে, মিছিলের ভিড়ে, পাহাড়-নদী-সমুদ্রে প্রতিধ্বনিত হয়। মানুষের মুক্তির গান যতদিন থাকবে, গণসংগীতের যোদ্ধা হেমাঙ্গ বিশ্বাস ততদিন বেঁচে থাকবেন।
High Court: শিক্ষিকাকে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ, রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট
Jalpaiguri: বিষয়টি সামনে আসার পর সৈকত চট্টোপাধ্যায় পুরোটা উড়িয়ে দিলেও মুখ খোলেন ওই প্রধান শিক্ষিকা। ঘটনাটি যে সত্যি, সেই অভিযোগ সংবাদমাধ্যমের সামনে জানান তিনি। তিনি এও জানান যে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। এরপর মামলা গড়ায় হাইকোর্টে।
TMC VS BJP: মহিলা বিজেপি কর্মীকে ছাদ থেকে ধাক্কা, তৃণমূলের বিরুদ্ধে বিরাট অভিযোগে উত্তাল বাংলা
মহিলা বিজেপি কর্মীকে ছাদ থেকে ঠেলে নীচে ফেলে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দেবীপুর। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির তরফে গোটা ঘটনার একটি ভিডিও পোস্ট করে অভিযোগে বলা হয়েছে, জমি দখল করে তৃণমূল কংগ্রেস (টিএমসি)-এর কর্মীরা বেআইনি পার্টি অফিস তৈরি করতে গেলে ওই মহিলা তার প্রতিবাদ জানান। তারই পরিপ্রেক্ষিপ্তে মহিলা বিজেপি কর্মীকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেওয়া হয়। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ওই মহিলা বিজেপি কর্মী। আরও পড়ুন- ইঞ্জিনিয়ার, ডক্টরেট, ডিপ্লোমা, শিক্ষার বৈচিত্র্যে নজর কাড়ল নীতিশের নতুন ক্যাবিনেট অভিযোগ, অবৈধ ভাবে জমি দখল করে এলাকায় একটি 'বেআইনি' পার্টি অফিস তৈরির বিরোধিতা করছিলেন ওই মহিলা। এরপরই ওই মহিলার বিরুদ্ধে চড়াও হয় তৃণমূলের বেশ কিছু কর্মী-সমর্থক। তাঁর উপর হামলা চালায়, এরপর ওই মহিলাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে দাবি বিজেপির। দলের তরফে অভিযোগ, প্রথমে তাঁকে হুমকি দেওয়া হয়, পরে শারীরিকভাবে নির্যাতন করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে বিজেপি ‘রাষ্ট্র সমর্থিত হিংসা’ বলে কটাক্ষ করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে। আরও পড়ুন- BLO-দের চাপ দেওয়ার অভিযোগ, একাধিক DM-BDO-র বিরুদ্ধে FIR চান শুভেন্দুরা অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এটা বিজেপির রাজনৈতিক 'নাটক' ছাড়া কিছুই নয়। তাদের দাবি, ঘটনাকে উদ্দেশ্যমূলকভাবে বাড়িয়ে দেখানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এরই মধ্যে রাজ্যের রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এদিনের ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, তাঁর জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস বানানো হয়েছে। তার প্রতিবাদ করায় ওই মহিলাকেই ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। আমাদের বিজেপি বেঙ্গল পেজ থেকে গোটা ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে। এখানে মহিলাদের কোনও সম্মান নেই। এটা হচ্ছে সমাজবিরোধীদের সরকার। এখন গুন্ডারা মমতা ব্যানার্জীকে কন্ট্রোল করে। আরও পড়ুন- বিরাট বিস্ফোরণে মৃত্যু মিছিল, শোকে আঁতকে উঠল সকলেই, ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে অপরদিকে মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার বলেছেন, “বিজেপি কোনও ইস্যু পেলেই রাজনীতির রঙ চড়াতে চায়। এটা দুই ভাইয়ের পারিবারিক ঝামেলা, আবাস যোজনার ঘর নিয়ে বিবাদ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” এদিকে পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনার মূল অভিযুক্ত তনয় পাইককে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম হয়েছেন আক্রান্ত মহিলা। তাঁর পিঠে গভীর আঘাত লেগেছে। আরও পড়ুন- যত কাণ্ড মুর্শিদাবাদে! বহরমপুরে পিস্তলের পাহাড়, ফরাক্কায় তাজা বোমায় তোলপাড় Female BJP worker pushed off terrace by TMC goons❗️ In Raydighi’s Debipur (Tentulberia booth) a female BJP worker protested against illegal party office on her own land. They attacked her and pushed her off her own terrace⚠️ Mamata still has the gall to ask for votes from… pic.twitter.com/oHtYsjrYTx — BJP West Bengal (@BJP4Bengal) November 21, 2025
Ajker Rashifal Bengali, 22 November 2025: শুক্রবারের সকাল মানেই নতুন আশার সূচনা। ২১ নভেম্বর ২০২৫ তারিখে আজ আকাশে চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। দিনের প্রথম ভাগে প্রতিপদ তিথি দুপুর পর্যন্ত থাকবে এবং তার পর দ্বিতীয়া আরম্ভ হবে। প্রতিটি রাশির ওপর এই চন্দ্রগতি ভিন্ন ভিন্ন প্রভাব ফেলবে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি দূরের ভ্রমণে সতর্কতা থাকছে। ব্যবসায় কিছু অর্থ যোগানের প্রয়োজন দেখা দেবে, যা কিছুটা চাপ তৈরি করতে পারে। তবে বিকেলে বিদেশযাত্রা বা দূরের যাত্রা সংক্রান্ত কাজে অগ্রগতি দেখা দেবে। ধর্মীয় বা আধ্যাত্মিক কোনও কাজে অংশ নিলে মনে প্রশান্তি আসবে। আরও পড়ুন- মানুষের দুঃখ, কষ্ট, প্রার্থনা, এসব কি সত্যিই ভগবানের কাছে পৌঁছায়? কী বলছেন প্রেমানন্দ মহারাজ? বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জন্য আজ অংশীদারী ব্যবসায় কিছু বাধা ও ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক রক্ষায় নম্রতা দরকার। গৃহস্থালি কাজে আজ সঙ্গীর সাহায্য মিলবে। বিকেলে অর্থের প্রয়োজন দেখা দিতে পারে, তাই অযথা ব্যয় এড়িয়ে চলাই উত্তম। পাওনাদারের সাথে যুক্ত ঝামেলা এড়াতে শান্ত থাকুন। আরও পড়ুন- বাড়ির এই দিকে পূর্বপুরুষদের ছবি রাখবেন না, জীবন দুর্বিসহ হয়ে উঠবে মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতকদের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্কতা জরুরি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দরকার। কারণ, সামান্য ভুল বোঝাবুঝিও বড় সমস্যার কারণ হতে পারে। বিকেলে পাওনাদারের সাথে দেখা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আজ কিছু লাভের সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন- শীতের কামড় থেকে কীভাবে নিরাপদে রাখবেন আদরের পোষ্যকে? জানুন ৫টি সিক্রেট টিপস কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জন্য দিনটি সৃজনশীলতার। শিল্পী, লেখক বা সৃষ্টিশীল পেশাজীবীদের আজ কাজের অগ্রগতি হবে। খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা একটু সতর্ক থাকবেন। বিকেলে কারও সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে, ফলে কাজের চাপ বাড়তে পারে। আরও পড়ুন- বাড়ির এই দিকে রাখুন হনুমানজির ছবি, একমাসেই 'ম্যাজিক' দেখুন সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতক–জাতিকাদের জন্য আজ পারিবারিক উন্নতি এবং আত্মীয়-স্বজনের সহযোগিতায় কাজ সহজ হবে। বিকেলে প্রেমে সাফল্য দেখা দেবে এবং সন্তানদের নিয়ে আনন্দঘন সময় কাটতে পারে। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জন্য বৈদেশিক যোগাযোগে উন্নতির দিন। গণমাধ্যম বা যোগাযোগ-সংক্রান্ত কাজে নতুন সুযোগ আসবে। বিকেলে ব্যক্তিগত স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা দেখা দেবে এবং আত্মীয়ের সাহায্য মিলবে। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির আজ বকেয়া টাকা আদায়ে সক্রিয় হওয়ার সময় এসেছে। খুচরা ও পাইকারি ব্যবসায় ভালো আয় হতে পারে। বিকেলে ব্যবসায়িক যোগাযোগ বাড়বে, যা ভবিষ্যতে নতুন পথ খোলার ইঙ্গিত দিচ্ছে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশি কর্মজীবনে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় এটি। বিকালে বকেয়া টাকা ফেরত মিলতে পারে। হোটেল বা রেস্তোরাঁ-সংক্রান্ত কাজে লাভের সম্ভাবনা প্রবল। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জন্য সকালে ব্যয়বহুল সময়। প্রবাসীদের আয় কিছুটা বাধার মুখে পড়তে পারে। গৃহস্থালির খরচ বাড়বে। তবে বিকেলে কাজের উন্নতি ও নতুন সুযোগ আসবে, চাকরিজীবীদের উন্নতির যোগ রয়েছে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জন্য আজ বকেয়া বিল বা বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কাজে বড় ভাই-বোনের সাহায্য মিলবে। বিকালে দূরে বেড়াতে যেতে পারেন। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতক-জাতিকারা আজ দিনের শুরুতে উচ্চপদস্থ কারও সাহায্য পাবেন। ব্যবসায় প্রভাবশালী বন্ধুর সহায়তা গুরুত্বপূর্ণ হতে পারে। বিকেলে বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও ভ্রমণের সম্ভাবনা। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির আজ রোজগারের জন্য বিদেশে যোগাযোগ গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষায় সাফল্য মিলবে। বিকেলে সম্মান ও প্রভাব বাড়বে। গৃহস্থালির কাজে উন্নতি হবে। আজকের দিনের শুভ সময় নিয়েও জ্যোতিষশাস্ত্রে বিশেষ মত রয়েছে। সকালে ৬:২৯ থেকে ৭:২৩ এবং ৮:০৫ থেকে ১০:১৩ পর্যন্ত সময়টি শুভ কাজের জন্য অত্যন্ত অনুকূল। দুপুরে ১২:২১ থেকে ৩:১২ এবং বিকালে ৩:৫৩ থেকে ৫:১৭ পর্যন্ত সময় নতুন উদ্যোগ, চাকরি, ব্যবসা বা অর্থসংক্রান্ত কাজে সহায়ক। রাতের দিকে ১:১৯ থেকে ৪:০০ পর্যন্ত সময় আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য উপযোগী। আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং বিকেল ৪:২৫-এ ধনু রাশিতে প্রবেশ করবে, ফলে দুপুরের পর আপনার আত্মবিশ্বাস বাড়বে, সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং মানসিক স্থিতি উন্নত হবে।
কেমন যাবে আপনার শনিবার? জেনে নিন রাশিফল
Horoscope Today on November 22 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
মেয়ের ‘সৎ মা’ খুঁজতে গিয়ে চিটফান্ডে লগ্নি! ব্যক্তির ২০ লক্ষ টাকা হাতিয়ে কাঠগড়ায় ভাবী স্ত্রী
একটি ম্যাট্রোমোনিয়াল সাইটে মহিলার সঙ্গে আলাপ হয়েছিল প্রতারিত ব্যক্তির।
২২ নভেম্বর রাশিফল: সম্পর্ক আর কর্মক্ষেত্রে শান্তি বজায় রাখাই আজ চ্যালেঞ্জ এই রাশির
জেনে নিন আজকের রাশিফল।
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
Top 5 Sports News, 21 November: ভারতের হার থেকে অ্যাসেজের হালহকিকত! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর
Top 5 Sports News Highlights: শুক্রবার (২১ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, চলতি যুব এশিয়া কাপ থেকে ছিটকে গেল টিম ইন্ডিয়া। অন্যদিকে, আগুন পারফরম্য়ান্স গড়লেন বাংলাদেশি বোলার রিপন মণ্ডল। এদিকে আবার ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস এক অনন্য রেকর্ড কায়েম করলেন। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। ভারতের পরাজয় চলতি যুব এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারতীয় ক্রিকেট দল আজ বাংলাদেশের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্য়াচে নির্ধারিত ২০ ওভারে দুই দলই ১৯৪ রান করে। শেষপর্যন্ত ম্য়াচ গড়ায় সুপার ওভারে। সেখানে ভারত কোনও রান করতে পারেনি। অবশেষে বাংলাদেশ এই ম্য়াচে জয়লাভ করে। পড়ে নিন বিস্তারিত: India vs Bangladesh Match Highlights: হল না টাইগার বধ, দুরন্ত লড়েও হার ভারতের সুপার ওভারে 'বিতর্কিত' সিদ্ধান্ত ২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টারসের সেমিফাইনালে ভারত এবং বাংলাদেশ খেলতে নেমেছিল। এই ম্য়াচটি শেষপর্যন্ত সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মার একটি সিদ্ধান্ত ব্যাকফায়ার করে যায়। ইতিমধ্যে বইতে শুরু করেছে সমালোচনার ঝড়। কী ছিল সেই সিদ্ধান্ত? আসুন, আলোচনা করা যাক। পড়ে নিন বিস্তারিত: India vs Bangladesh Super Over Drama: নিজের দোষেই হারল ভারত, সুপার ওভারে ধুলোয় মিশল মান-ইজ্জত! সাম্মানিক ডি.লিট পাচ্ছেন হরমনপ্রীত সম্প্রতি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই দলকে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত কৌর। আর সেকারণেই হরমনপ্রীতকে সাম্মানিক ডি.লিট উপাধি দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই ব্যাপারে ইতিমধ্যে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে। পড়ে নিন বিস্তারিত: Harmanpreet Kaur: ভারতীয় ক্রিকেটে ইতিহাস লিখেছেন হরমনপ্রীত, 'বিশেষ সম্মান' দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্টোকসের বিরল রেকর্ড বেন স্ট্রোকসের বোলিংয়ের সামনে অজ়ি ব্যাটাররা কার্যত দাঁড়াতেই পারেনি। এই ম্যাচে ইংরেজ অধিনায়ক দুরন্ত বোলিং পারফরম্যান্স করলেন। বলা ভাল, ক্যাঙারুদের রান করার কোন সুযোগই দিলেন না তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তিনি পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করলেন। পড়ে নিন বিস্তারিত: Ashes Series 2025: ৪৩ বছরে এই প্রথমবার, অ্যাসেজে সাংঘাতিক কাণ্ড ঘটালেন স্টোকস শূন্যের অপার মহিমা! ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটো দলই শূন্য রানে তাদের প্রথম উইকেট হারায়। এমন বিরল রেকর্ড অ্যাসেজের ইতিহাসে খুব বেশি দেখা যায়নি। কী হয়েছে গোটা ঘটনাটি? আসুন সেই ব্য়াপারে সবিস্তারে আলোচনা করা যাক। পড়ে নিন বিস্তারিত: AUS vs ENG: শূন্যের কী অপার মহিমা! অ্যাসেজের প্রথম টেস্টেই 'বিরল' রেকর্ড
Harishchandrapur fire |প্রদীপের আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই গোডাউন সহ পাঁচটি বাড়ি
হরিশ্চন্দ্রপুরঃ শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি গোডাউন সহ ৫টি বাড়ি। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতনগর হাই স্কুলের পাশে হরিমোহন ঘোষের গোডাউনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গোডাউনে এলাকার গোবরা হাটের ব্যবসায়ীরা নিজেদের মালপত্র রাখত। প্রতিদিনের মতো এদিনও সন্ধ্যাবেলায় ওই গোডাউনে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়। আর সেখান থেকে হঠাৎ করে আগুন লেগে […] The post Harishchandrapur fire | প্রদীপের আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই গোডাউন সহ পাঁচটি বাড়ি appeared first on Uttarbanga Sambad .
ছাব্বিশের আগে ব্রিগেডে গীতাপাঠ সংঘ-ঘনিষ্ঠ সংগঠনের, প্রচার ভিডিওতে প্রণব!
এর সঙ্গে রাজনীতির যোগ মানতে নারাজ বঙ্গের সংঘ প্রচারকরা।
CM Mamata Banerjee |মাথায় রক্তক্ষরণ বিএলওর! ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এসআইআরের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কোন্নগরের বুথ স্তরের আধিকারিক (বিএলও) তপতী বিশ্বাস। তাঁর মাথায় রক্ষক্ষরণ হয়েছে বলে খবর। অসুস্থ হওয়ার খবর কানে আসতেই টেলিফোনে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন বিএলওর পরিবারের সঙ্গে। পাঠিয়ে দেন এক লক্ষ টাকা আর্থিক সাহায্য। বিএলওর পরিবারের দাবি, এসআইআরের কাজের চাপ নিতে না পেরেই অসুস্থ হয়ে […] The post CM Mamata Banerjee | মাথায় রক্তক্ষরণ বিএলওর! ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর appeared first on Uttarbanga Sambad .
Ashes Series 2025: ৪৩ বছরে এই প্রথমবার, অ্যাসেজে সাংঘাতিক কাণ্ড ঘটালেন স্টোকস
Health tips |কখন ঘুম থেকে ওঠা দরকার জেনে নিন
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুস্থ থাকার জন্য ভোরে ঘুম থেকে ওঠার কথা আমরা ছোট থেকেই শুনে এসেছি। কিন্তু ঘুম থেকে কেউ ভোর ৫টায় উঠতে পারেন। আবার কারও হয়তো সকাল ৭টায় ঘুম ভাঙে। তবে, কোন সময়ে ঘুম থেকে এঠা স্বাস্থ্যের পক্ষে উপকারী? আপনি যদি ভোর ৫টায় ঘুম থেকে উঠতে শুরু করেন, কয়েক দিন পর দেখা যাবে […] The post Health tips | কখন ঘুম থেকে ওঠা দরকার জেনে নিন appeared first on Uttarbanga Sambad .
SIR: ৪ ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশন করতে হবে এনুমারেশন ফর্ম, BLO-দের নির্দেশ
SIR In WB: বিএলও-দের একাংশের বক্তব্য ছিল, ফর্ম ডিজিটাইজড করতেই অনেক সময় লেগে যাচ্ছে। এক একটা ফর্ম ডিজিটাউজড করতে সময় লাগছে ঘণ্টা খানেকের মতো। সেক্ষেত্রে এত কম সময়ের মধ্যে কাজ শেষ করা তাঁদের কাছে চ্যালেঞ্জিং। জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সামনেও জেলাশাসকদের তরফে এই বিষয়টিকে তুলে ধরা হয়।
Drink water |শীতকালে শরীর ভালো রাখতে কতটা জল পান করা প্রয়োজন
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেষ্কঃ শীত বেশ আরামদায়ক এক ঋতু। তবে এ সময় আমাদের বেশ কিছু বিরুদ্ধ অভ্যাস শরীর অসুস্থতার কারণ হয়ে উঠতে পারে। শীতে সাধারণত জল খাওয়া কমে। গ্রীষ্ণকালের তুলনায় এই ঋতুতে জল পান প্রায় অর্ধেকে গিয়ে দাঁড়ায়। দেহের কোষের প্রধান উপাদানই হল জল। তাই, শরীরকে হাইড্রেট রাখার জন্য জল প্রয়োজন। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির […] The post Drink water | শীতকালে শরীর ভালো রাখতে কতটা জল পান করা প্রয়োজন appeared first on Uttarbanga Sambad .
দিল্লি বিস্ফোরণ নিয়ে মোদিকে সমবেদনা, জোহানেসবার্গের বৈঠকে সন্ত্রাসবিরোধী বার্তা আলবানিজের
G20 সম্মেলনে যোগ দিতে শুক্রবারই জোহানেসবার্গ পৌঁছন প্রধানমন্ত্রী মোদি।
South 24 Parganas: নির্মীয়মান ছাদ থেকে মহিলাকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ, ধৃত TMC কর্মী
Mathurapur Crime: নির্যাতিতা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের। শুক্রবার বিকালে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের হয়। মূল অভিযুক্ত তনয় পাইক, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মহিলার আঘাত গুরুতর। তাঁর পিঠে গুরুতর চোট লেগেছে।
SIR |এসআইআরের প্রতিবাদে মঙ্গলবার আবার পথে মুখ্যমন্ত্রী! ঠাকুরনগরে পদযাত্রা, বনগাঁয় জনসভা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে আবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা করবেন। আর এই সভার প্রস্তুতি নিয়ে দফায় দফায় সাংসদ তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারপার্সন মমতাবালা ঠাকুর, জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে বৈঠক করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী […] The post SIR | এসআইআরের প্রতিবাদে মঙ্গলবার আবার পথে মুখ্যমন্ত্রী! ঠাকুরনগরে পদযাত্রা, বনগাঁয় জনসভা appeared first on Uttarbanga Sambad .
Veg recipe |কম সময়ে খুব সহজেই বানিয়ে নিন নিরামিষ রেসিপি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেষ্কঃ রান্না করা বেশ সময়সাপেক্ষ বিষয়। দীর্ঘদিন ধরে যাঁরা রান্নাঘর সামলাচ্ছেন, এ কথা স্বীকার করে নেবেন নির্দ্বিধায়। আমিষ হোক নিরামিষ(Veg recipe), এক মাত্র ম্যাগি ছাড়া সব রান্না করতেই সময় ব্যয় হয়। তবে কিছু নিরামিষ রান্না আছে যেগুলি চটজলদি রেঁধে ফেলা যায়। হাতে আধঘণ্টা সময় থাকলেই ভিন্ন স্বাদের নিরামিষ খাবার বানিয়ে নিতে পারবেন। […] The post Veg recipe | কম সময়ে খুব সহজেই বানিয়ে নিন নিরামিষ রেসিপি appeared first on Uttarbanga Sambad .
কলকাতা মেডিক্যালে ছাত্রীদের অশালীন স্পর্শ! বিতর্কের মুখে পদত্যাগ অধ্যাপকের
দ্রুত সে জায়গায় অন্য অধ্যাপককে অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় এজেন্সির কর্তার ভুয়ো পরিচয়ে বিডিওকে মেল! SIR-এর মাঝে আমডাঙায় গ্রেপ্তার যুবক
কমিশনের আধিকারিকদের ভুয়ো সই, ভুয়ো লোগো, ভুয়ো লেটারহেড উদ্ধার হয়েছে ধৃতের কাছ থেকে।
The Family Man season 3 review |প্রকাশ্যে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-র ট্রেলার! তোলপাড় নেট দুনিয়ায়
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর ফের ওটিটির পর্দায় ফিরছেন শ্রীকান্ত তিওয়ারি। কিছুদিন আগে মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ করেছিল অ্যামাজন প্রাইম ভিডিও। তার পর থেকেই মনোজ বাজপেয়ীর অনুরাগীদের মধ্যে দ্য ফ্যামিলি ম্যানের ৩ নং সিজনকে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। মনোজ বাজপেয়ী ভারতীয় বিনোদন জগতের অন্যতম শক্তিশালী […] The post The Family Man season 3 review | প্রকাশ্যে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-র ট্রেলার! তোলপাড় নেট দুনিয়ায় appeared first on Uttarbanga Sambad .
মামলা তুললেন পরম, ‘ফেডারেশন কোনও কুৎসা বরদাস্ত করবে না’, রুদ্রনীলকে তোপ স্বরূপের!
শুক্রবার টলিউডের একঝাঁক পরিচালককে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন স্বরূপ বিশ্বাস।
বহরমপুর: বহরমপুর থেকে উদ্ধার হল প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু জাল নোট। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দূর সম্পর্কের দুই ভাই-বোন। শুক্রবার আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শহরজুড়ে। এদিনই দুই অভিযুক্তকে ১০ দিনের পুলিশ হেপাজতের আবেদন নিয়ে বহরমপুর সিজিএম আদালতে পেশ করা হয়েছে। জানা […] The post Fire arms recovered | মুঙ্গের থেকে এনে পাচারের চেষ্টা, বহরমপুরে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২ appeared first on Uttarbanga Sambad .
SIR-DM: শুভেন্দুর নালিশ পেতেই তৎপর কমিশন, এবার স্ক্যানারে জেলাশাসকরাও
SIR In WB: CEC জ্ঞানেশ ভারতী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিএলও-রা ভাল কাজ করছেন। কিন্তু এক শতাংশ বিএলও-র উদ্দেশে বার্তা দেন, রাজনৈতিক চাপে পড়ে শাস্তির সম্মুখীন যাতে না হতে হয়, সেদিকেও খেয়াল তাঁদেরই রাখতে হবে।
India vs Bangladesh, Ripon Mondol: রিপনের আগুন বোলিংয়ে বাঁচল সম্মান, হাঁফ ছাড়লেন বাংলাদেশি সমর্থকরা
India vs Bangladesh: ২০২৫ যুব এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার স্বীকার করেছে ভারতীয় ক্রিকেট দল। আর সেইসঙ্গে তারা এই টুর্নামেন্ট থেকেও বিদায় নিয়েছে। সত্যি কথা বলতে কী, এই ম্যাচে কোন ভারতীয় ব্যাটারই সেইভাবে নজর কাটতে পারলেন না। ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষপর্যন্ত বাংলাদেশ বাজিমাত করে ভারতকে ছিটকে দেয়। India vs Bangladesh Semifinal: বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার, এই ৫ ক্রিকেটারই ডোবাল ভারতকে! সুপার ওভারে 'আগুন' রিপন তবে এই সুপার ওভারের নায়ক অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেস বোলার রিপন মন্ডল (Ripon Mondol)। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সুপার ওভারে ব্যাট করতে নেমেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মা এবং রমনদীপ সিং। প্রথম বলটাই রিপন নিখুঁত ইয়র্কার ডেলিভারি করেছিলেন। সেই গতির বিরুদ্ধে লড়াই করতে পারেননি জীতেশ শর্মা। প্রথম বলেই তিনি ক্লিন বোল্ড হয়ে যান। এরপর ব্যাট করতে আসেন আশুতোষ শর্মা। আইপিএল টুর্নামেন্টে তিনি একা হাতে বেশ কয়েকবার ম্যাচ জেতালেও, শুক্রবারের সেমিফাইনাল ম্যাচে তিনি চূড়ান্ত ফ্লপ হয়ে যান। রিপনের দ্বিতীয় বলে বড় শটের জন্য মারতে যান তিনি। কিন্তু, বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে তাঁকেও প্যাভেলিয়ানে ফিরে আসতে হয়। সবথেকে লজ্জার ব্যাপার হল, সুপার ওভারে ভারত একটাও রান করতে পারল না। শূন্য রানে তারা প্যাভিলিয়ানে ফিরে আসে। সৌজন্যে যে রিপনের আগুন ডেলিভারি, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। India vs Bangladesh Super Over Drama: নিজের দোষেই হারল ভারত, সুপার ওভারে ধুলোয় মিশল মান-ইজ্জত! এই ম্যাচে বাংলাদেশকে জিততে হলে মাত্র এক রান করতে হত। প্রথম বলে সূয়শ শর্মা একটা উইকেট শিকার করলেও, ওভারের দ্বিতীয় বলটা তিনি ওয়াইড ডেলিভারি করে ফেলেন। আর সেইসঙ্গে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়। India vs Bangladesh Match Highlights: হল না টাইগার বধ, দুরন্ত লড়েও হার ভারতের রিপনকে ছাড়া কঠিন হত বাংলাদেশের জয় একথা অনস্বীকার্য, সুপার ওভারে রিপন যদি ওই আগুন বোলিং না করতেন, তাহলে হয়ত এই ম্যাচের ফলাফল আলাদা হতে পারত। কিন্তু, পরপর ২ বলে ২ উইকেটই চোখের পলকে এই ম্যাচের রং বদলে দেয়। সেকারণে ম্যাচের শেষে তার হাতেই তুলে দেওয়া হয়েছে সেরার পুরস্কার। এই পুরস্কার সংগ্রহ করে তিনি বললেন, 'এখন খুব ভাল লাগছে। মনে মনে জানতাম, এই ম্যাচটা আমরাই জিতব। গোটা ম্যাচে অধিনায়ক যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, সেটা আমার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।'
বার্ধক্যে ‘ধাক্কা’খেতেই ফিরল কৈশোরের দুর্ঘটনায় হারানো স্মৃতি, ৪৫ পর বাড়িতে ‘মৃত’ছেলে!
১৬ বছর বয়সে পথ দুর্ঘটনায় স্মৃতিশক্তি লোপ পায়!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো নিয়ে ‘টালবাহানা’, অসন্তুষ্ট হাই কোর্ট
বিশ্ববিদ্যালয় ও রাজ্যকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে হলফনামা জমার নির্দেশ হাই কোর্টের।
ঘরের বউয়ের পরপুরুষে মন! আদিবাসী যুবককে ‘খুন’বধূর শ্বশুর-শাশুড়ির
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
BLO: কেন ফর্ম ডিজিটাইজেশনে গাফিলতি? কমিশনকে শোকজের জবাব দিলেন বেলেঘাটার ৭ বিএলও
BLO: এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের ক্ষেত্রে ঢিলেমি হচ্ছে। কমিশন আগেই স্পষ্ট করে দিয়েছে, যত সংখ্যক এনুমারেশন ফর্ম জমা নেওয়া হবে, তার ৩০ শতাংশ ডিজিটাইজেশনের করতে হবে। বেলেঘাটার সাত বিএলও-র বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে।
মুকেশের VIP দলের নেতাকে প্রকাশ্যে গুলি করে খুন, ভোট পরবর্তী হিংসা বিহারে!
৪০ বছর বয়সি ওই নেতা ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন।
কতটা পথ পেরলে…এক উড়ানে ভারত থেকে কেনিয়া! রেকর্ড ৩ খুদে বাজপাখির
তিন পাখির শরীরে রেডিও সিগন্যাল থাকায় দীর্ঘ উড়ান সম্পর্কে জানা গিয়েছে।
৭৩ স্লটে ২৭৭ তারকার লড়াই, মেগা নিলামে ভাগ্য নির্ধারণ দীপ্তি-রেণুকা-সহ কাদের? রইল তালিকা
কবে-কোথায় মহিলাদের প্রিমিয়ার লিগের মেগা নিলাম?
দর্শকদের মন রেখে ফের জুটিতে গৌরব-শোলাঙ্কি, কবে পর্দায় ‘মিলন হবে কতদিনে’?
সম্প্রতি ঘোষণা হল গৌরব-শোলাঙ্কির নতুন ধারাবাহিকের দিনক্ষণ।
বৈভবকে না নামিয়ে সুপার ওভারে নিজে কেন? আজব সাফাই অধিনায়ক জিতেশের
এদিনের হারে যুব এশিয়া কাপের ফাইনালের দরজা বন্ধ হয়ে গেল মেন ইন ব্লুর সামনে।
Dark Circle |চোখের নীচে কালো দাগ বেড়েই যাচ্ছে? সমস্যার সমাধান হতে পারে কয়েক উপায়ে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চোখের নীচে দিনের পর দিন কালো দাগ বেড়েই যাচ্ছে। অনেকসময় জিনগত বা কোনও শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু তা যদি হয় দৈনন্দিন যাপনের অনিয়মের ফল, তবে কয়েকটি টোটকা কাজে দিতে পারে। অনেক সময়ে চোখের নীচে কালি(Dark Circle) পড়ার কারণ হয়ে দাঁড়ায় ঘুমের ঘাটতি। ব্যস্ত জীবনে এবং মোবাইল অতিরিক্ত ব্যবহারের কারণেও হতে পারে। […] The post Dark Circle | চোখের নীচে কালো দাগ বেড়েই যাচ্ছে? সমস্যার সমাধান হতে পারে কয়েক উপায়ে appeared first on Uttarbanga Sambad .
দলবিরোধী কার্যকলাপের জের, সাসপেন্ড তমলুকের ‘বিতর্কিত’তৃণমূল কাউন্সিলর
শাসক শিবিরের এই সিদ্ধান্ত নিয়ে জোর কাটাছেঁড়া শুরু করেছে গেরুয়া শিবির।
২০ বছর পর স্বরাষ্ট্রদপ্তর হাতছাড়া নীতীশের, ঝুলি ভরল বিজেপির! জেডিইউ-র প্রাপ্তি কতটুকু?
বিজেপি বিধায়কদের দেওয়া হয়েছে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সব দপ্তর।
চালক ছাড়াই ছুটবে মেট্রো! কবি সুভাষ-বেলেঘাটা শাখায় আরও কম ব্যবধানে মিলবে পরিষেবা
সোমবার থেকেই ওরেঞ্জ লাইনে শুরু হবে এই পদ্ধতিতে চলাচল।
SIR |জঙ্গলঘেরা সরস্বতীপুর চা বাগানের গাছ তলায় চলছে এসআইআরের কাজ, হিমসিম খাচ্ছেন বিএলও
বেলাকোবাঃ বৈকুন্ঠপুর জঙ্গল ঘেরা সরস্বতীপুর চা বাগান। সারা রাজ্যের সঙ্গে এই প্রত্যন্ত এলাকাতেও চলছে এসআইআরের কাজ। রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৮/১৪ গুদাম লাইন সরস্বতীপুর পাটের এসআইআর-এর ফর্ম ফিল-আপ চলছে চা বাগানের গাছের তলায় বসেই। ফলে চরম ভোগান্তিতে বাগান শ্রমিকরা। এই বাগানের চা শ্রমিকরা পাতা তোলার অবসর সময়ে এসে ভিড় জমাচ্ছেন বিএলওর কাছে। সরস্বতীপুর […] The post SIR | জঙ্গলঘেরা সরস্বতীপুর চা বাগানের গাছ তলায় চলছে এসআইআরের কাজ, হিমসিম খাচ্ছেন বিএলও appeared first on Uttarbanga Sambad .
দেশের জার্সিতে একটা লম্বা সময় ৫ নম্বরে ব্যাটিং করেছেন অজিঙ্ক রাহানে। দেশের হয়ে নেতৃত্ব দিয়ে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ও এনে দিয়েছেন তিনি। ভারতীয় টিমের এক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাহানের বর্তমান টিমে একটা জিনিস পছন্দ হচ্ছে না।
কারখানায় কাজের সময় ২৫ মিটার উঁচু থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের! চাঞ্চল্য খড়গপুরে
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Nabanna: মৃত দুই BLO-কে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ নবান্নের, অসুস্থকে এক লক্ষ
Nabanna On BLO: এসআইআর-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিএলও। বিএলও-দের ওপরর অত্যাধিক কাজের চাপের অভিযোগ। ফর্ম বিলি পর্ব শেষের পরের ফেজ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে শুরু করে, যে বিএলও-রা অসুস্থ হতে শুরু করছেন। দিকে দিকে বিক্ষোভ বিএলও-দের একাংশের!
‘বসুধৈব কুটুম্বকমে’র বার্তায় শুরু আন্তর্জাতিক সম্মেলন, শিক্ষাই মানব সভ্যতার মূল ভিত্তি, বার্তা যোগীর
ICCJW-এর মঞ্চে শিক্ষায় জোর দিলেন যোগী আদিত্যনাথ।
দক্ষিণ দিনাজপুরে কার্যত কারফিউ! ভারত-বাংলাদেশ সীমান্তে ২ মাস জারি একাধিক নিষেধাজ্ঞা
আগামী ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।
India vs Bangladesh Semifinal: বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার, এই ৫ ক্রিকেটারই ডোবাল ভারতকে!
India vs Bangladesh: ২০২৫ রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে ভারত এবং বাংলাদেশ খেলতে নেমেছিল। এই গুরুত্বপূর্ণ ম্য়াচে লজ্জার হার স্বীকার করল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। সুপার ওভারে ম্য়াচ গড়ালেও, ভারতীয় ব্যাটাররা রান করতে পারলেন না। এরপর বাকি স্বপ্নটা একটা ওয়াইড ডেলিভারি করেই ধ্বংস করে দিলেন সূয়শ শর্মা। এই ম্য়াচ সুপার ওভারে যাওয়ার পর অনেকেই মনে করেছিলেন, টিম ইন্ডিয়া হয়ত ফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে। কিন্তু, সে গুড়ে বালি! সুপার ওভারের প্রথম দুটো বলেই আউট হয়ে যান জীতেশ শর্মা এবং আশুতোষ। এই ম্য়াচে টিম ইন্ডিয়াকে জেতার একাধিক সুযোগ দিয়েছিল বাংলাদেশ। কিন্তু, প্রত্যেকটা সুযোগই ভারত হাতছাড়া করে। কোন ৫ ক্রিকেটার টিম ইন্ডিয়ার এই পরাজয়ের জন্য দায়ী? আসুন, এই ব্যাপারে সবিস্তারে আলোচনা করা যাক। জীতেশ শর্মা টিম ইন্ডিয়া এ দলের অধিনায়ক জীতেশ শর্মা ভারতের এই হারের পিছনে সবথেকে বড় দোষী। তিনি ফাইনাল ম্যাচে ২৩ বলে ৩৩ রান করেন। কিন্তু, এমন একটা সময়ে আউট হয়ে গেলেন, যখন তাঁকে সবথেকে বেশি দরকার ছিল দলের। এরপর সুপার ওভারে ব্যাট করতে নামলেন জীতেশ। কিন্তু, একেবারে খারাপ শট খেলতে গিয়ে প্রথম বলেই ক্লিন বোল্ড হয়ে গেলেন। India vs Bangladesh Super Over Drama: নিজের দোষেই হারল ভারত, সুপার ওভারে ধুলোয় মিশল মান-ইজ্জত! নমন ধীর নমন ধীর এই ম্যাচে না ব্যাট হাতে তেমন রান করতে পারলেন। আর বল হাতে বইয়ে দিলেন রানের বন্যা। সেমিফাইনাল ম্য়াচে নমন মাত্র ৭ রান করলেন। খেলেছেন মোট ১২ বল। অন্যদিকে, বল করতে এসে তিনি এক ওভারেই ২৮ রান দিয়ে ফেলেন। এটা টিম ইন্ডিয়ার পরাজয়ের অন্যতম বড় কারণ। India vs Bangladesh Match Highlights: হল না টাইগার বধ, দুরন্ত লড়েও হার ভারতের বিজয়কুমার বৈশাখ বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটাররা সেমিফাইনাল ম্য়াচে বিজয়কুমার বৈশাখকে কার্যত ধুনে দিলেন। বিজয় তাঁর ৪ ওভারের স্পেলে মোট ৫১ রান দিলেন। আর একটাও উইকেট শিকার করতে পারেননি। বিজয়ের এই স্পেলই টিম ইন্ডিয়ার সামনে বিপদ খাড়া করে। India vs Bangladesh Football: বাংলাদেশের বিরুদ্ধেও হেরে ভুত, লজ্জায় মুখ লুকোচ্ছে ভারতীয় ফুটবল দল আশুতোষ শর্মা আইপিএল টুর্নামেন্টে ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে একাধিক ম্য়াচ জিতিয়েছেন আশুতোষ শর্মা। কিন্তু, সেমিফাইনাল ম্য়াচে তিনি একেবারে ফ্লপ হয়ে যান। শেষ ওভারে আশুতোষ ৬ বলে ১৩ রান করে আউট হলেন। এরপর সুপার ওভারে প্রথম বলেই ক্যাচ তুলে ফিরে যান প্যাভিলিয়নে। India vs Bangladesh: নিরাপত্তার কড়া বেষ্টনী, অশান্ত বাংলাদেশে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল রমনদীপ সিং ভারতীয় যুব ক্রিকেট দলের তারকা ফিনিশারদের মধ্যে রমনদীপ অন্যতম। কলকাতা নাইট রাইডার্স দলেও ফিনিশার হিসেবে তিনি একাধিক ম্য়াচ জিতিয়েছেন। কিন্তু, শুক্রবারের এই সেমিফাইনাল ম্য়াচে ব্যাট হাতে যারপরনাই হতাশ করলেন তিনি। ১১ বলে মাত্র ১৭ রান বেরিয়ে আসে রমনদীপের ব্যাট থেকে। পাশাপাশি বল হাতেও তিনি একেবারে নজর কাড়তে পারলেন না। ২ ওভারের স্পেলে ২৯ রান খরচ করে এলেন।
ছাব্বিশকে নজরে রেখে টানা বঙ্গ সফরে মোদি-শাহ, ডিসেম্বর থেকেই লাগাতার প্রচার
১০টি কর্মসূচির আবেদন বঙ্গ বিজেপি নেতৃত্বের, জানালেন সুকান্ত মজুমদার।
‘দায় বিএসএফেরও’, অনুপ্রবেশ ইস্যুতে ‘বেসুরো’দিলীপ, বঙ্গ বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব?
অনুপ্রবেশ নিয়ে দড়ি টানাটানির মাঝে বিস্ফোরক দাবি দিলীপের।
প্রকাশ্যে টি-২০ বিশ্বকাপে ভারত-পাক যুদ্ধের দিনক্ষণ! করমর্দন করবেন সূর্যরা? বোর্ড সচিব বললেন…
সূর্যদের প্রথম ম্যাচ কাদের বিরুদ্ধে?
ভরপুর অ্যাকশন, চোখ ভেজা ইমোশন! ‘ফ্যামিলি ম্যান সিজন ৩’-এ মনোজদের পারিশ্রমিক কত?
শুক্রবার, ২১ নভেম্বর মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত 'ফ্যামিলি ম্যান সিজন ৩'।
Cracked Heels Care: ফাটা গোড়ালির ব্যথায় কাবু? বিদায় জানান যন্ত্রণাকে, কাজে লাগান এই ঘরোয়া টোটকা
সারা বছর ধরে পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। শীতে সেই প্রয়োজন আরও বেশি হয়ে পড়ে। আমাদের শরীরের সমস্ত ভার বহন করে পা, কিন্তু প্রায়শই তা অবহেলিত থেকে যায়। যার ফলস্বরূপ দেখা দেয় ফাটা গোড়ালির সমস্যা।
ভোটের নথিতে ভুল নাম ঠিক হয়নি! ‘এসআইআর আতঙ্কে’ভগবানগোলায় মৃত্যু বৃদ্ধের
স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে ঘটনায়।
India vs Bangladesh Super Over Drama: নিজের দোষেই হারল ভারত, সুপার ওভারে ধুলোয় মিশল মান-ইজ্জত!
India vs Bangladesh: ২০২৫ এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্য়াচটি ভারত (Indian Cricket Team) এবং বাংলাদেশের মধ্যে আয়োজন করা হয়। এই ম্য়াচে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ১৯৪ রানের বিশাল স্কোর খাড়া করেছিল। জবাবে টিম ইন্ডিয়াও এই একই রান করে। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সেখানেই বাজিমাত করেছে বাংলাদেশ এবং ভারতকে হারিয়ে দেয়। ভারতের হয়ে কেউই এই ম্য়াচে সেভাবে নজর কাড়তে পারলেন না। IND vs PAK Controversy: শোধরাবে না পাকিস্তান, ভারতের সামনে ফের 'অসভ্য' ইঙ্গিত নিজের পায়েই কুড়ুল মারল টিম ইন্ডিয়া জয়ের জন্য ১৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ক্রিকেট দল ২০ ওভারে ১৯৪ রান করে। শেষ ওভারে ভারতের সামনে জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। তবে টিম ইন্ডিয়া ১৫ রান করতে পারে। অবশেষে ম্য়াচটা টাই হয়ে যায়। এরপর সুপার ওভারে ধুলোয় মিশল ভারতীয় ক্রিকেট দলের যাবতীয় মান-ইজ্জত। India vs Bangladesh Match Highlights: হল না টাইগার বধ, দুরন্ত লড়েও হার ভারতের সুপার ওভারে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামেন জীতেশ শর্মা এবং রমনদীপ সিং। বাংলাদেশের হয়ে বল হাতে আগুন ঝরালেন রিপন মণ্ডল। প্রথম ডেলিভারিটাই তিনি নিখুঁত ইয়র্কার করলেন। আর ক্লিন বোল্ড হয়ে যান জীতেশ শর্মা। এরপর দ্বিতীয় বলে তিনি আশুতোষ শর্মাকেও আউট করে দিলেন। আর সেকারণেই ভারত সুপার ওভারে ০ রান করে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সুপার ওভারে সর্বাধিক ২ উইকেটেরই পতন হতে পারে। India vs Pakistan: এশিয়া কাপ সেমিফাইনালে হবে না ভারত-পাকিস্তান লড়াই! পিছনে রয়েছে এই বিশেষ কারণ এরপর জয়ের জন্য ১ রান তাড়া করতে নামে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও ০ রানে তারাও প্রথম ধাক্কা খায়। কিন্তু, পরের বলটাই সুয়শ শর্মা ওয়াইড ডেলিভারি করে ফেলেন। আর সেইসঙ্গে ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলে বাংলাদেশ। India vs Oman Match Highlights: দুরমুশ ওমান, যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারত সুপার ওভারে কেন নামানো হল না প্রিয়াংশ-বৈভবকে? এই ম্যাচে ভারত হারলেও দলের সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে সুপার ওভারে ব্যাট করতে নামলেন না প্রিয়াংশ আর্য এবং বৈভব সূর্যবংশী। কেন তাঁদের নামানো হল না, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জলঘোলা। তবে ম্য়াচের শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মা বললেন, এই সিদ্ধান্তটা আমি এবং দল মিলিতভাবে গ্রহণ করেছি। প্রিয়াংশ এবং বৈভব যথেষ্ট বড় মাপের ব্যাটার, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কিন্তু, ডেথ ওভারে চলাকালীন, আমি, রমনদীপ এবং আশুতোষ সবথেকে বেশি রান করেছি। সুপার ওভারের খেলাটা অনেকটা ডেথ ওভারের মতোই। সেকারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। যদিও জীতেশের এই মন্তব্য অনেকেই হজম করতে পারছেন না।
Matua in WB: ‘মতুয়ারা তো স্বঘোষিত অনুপ্রবেশকারী’, বিস্ফোরক প্রাক্তন সাংসদ
SIR in Bengal: সআইআর আবহেআড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুরের শিবির। আমরণ অনশনের ডাক দিয়েছিলেন মমতাবালা। অন্যদিকে শান্তনু ঠাকুর বলছেন, এসআইআরে নাম না থাকলে মতুয়াদের জন্য সিএএ-র রাস্তা খোলা থাকছে। তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর-বিতর্কের অন্ত নেই।
‘কথা না মানলে আফগানিস্তানে ক্ষমতা বদল হবে’, তালিবানকে হুমকি পাকিস্তানের
তালিবানের সরকার ফেলে দেওয়ার হুমকি পাকিস্তানের!
I O: বিস্তারিত আলোচনায় সিনিয়র কনসালটেন্ট মেডিক্যাল অঙ্কোলজিস্ট চিকিৎসক চঞ্চল গোস্বামী, সিনিয়র কনসালটেন্ট মেডিক্যাল অঙ্কোলজি চিকিৎসক জয়দীপ ঘোষ, কনসালটেন্ট মেডিক্যাল অঙ্কোলজি চিকিৎসক সুদীপ দাস। ক্যান্সারের কিছু সাধারণ বা তাৎক্ষণিক লক্ষ্মণ রয়েছে, কীভাবে লক্ষ্মণ দেখে বোঝা সম্ভব?
কোষ্ঠকাঠিন্য, গাঁটে ব্যথা বাড়ে শীতে, সতর্ক করলেন পুষ্টিবিদ, দিনে কতটা জল পান জরুরি?
শীতে শরীরকে হাইড্রেট না রাখলে গুরুতর সমস্যা হতে পারে।
চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যুর নেপথ্যে স্কুলের ‘অবহেলা’! জয়পুরের স্কুলকে শোকজ সিবিএসই-র
৩০ দিনের মধ্যে বিস্তারিত উত্তর দিতে বলা হয়েছে।
World Boxing Cup 2025: বিশ্ব বক্সিং কাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্য়ান্স করল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে গড়েছে এক নয়া ইতিহাস। প্রত্যেকটা বিভাগেই নজর কেড়েছেন ভারতীয় বক্সাররা। এই টুর্নামেন্টে ভারত মোট ২০ পদক জয় করেছে। তবে ভারতীয় বক্সারদের মধ্যে উজ্জ্বলতর পারফরম্য়ান্স করলেন জেসমিন লম্বোরিয়া। অলিম্পিক টুর্নামেন্টে সোনার পদকজয়ী বক্সারকে পরাস্ত করলেন তিনি। পুরুষদের মধ্যে হিতেশ গুলিয়া এবং শচীন সিবাচ দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। বিশ্ব বক্সিং কাপের ভারতীয় খেলোয়াড়দের এই পারফরম্য়ান্স যথেষ্ট স্মরণীয় হয়ে থাকবে। Women Boxer Assaulted: ভয়ঙ্কর কাণ্ড! নাবালিকা বক্সারকে যৌনহেনস্তা, অভিযুক্ত জাতীয় বক্সিং অ্যাকাডেমির মহিলা কোচ ৯ সোনার পদক জয় করেছে ভারতীয় দল গত ২০ নভেম্বর গ্রেটার নয়ডায় ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার দাপট ছিল চোখে পড়ার মতো। এই টুর্নামেন্টে ভারত মোট ২০ পদক জয় করেছে। এরমধ্যে ৯ সোনার পদক রয়েছে। মহিলা বক্সাররা ৭ এবং পুরুষরা ২ সোনার পদক জয় করেছেন। চ্যাম্পিয়নশিপের অন্তিম দিনে মোট ১৫ ভারতীয় বক্সার লড়াইয়ে নেমেছিলেন। এরমধ্যে জেসমিন লম্বোরিয়া (৫৭ কিলোগ্রাম), প্রীতি পানওয়ার (৫৪ কিলোগ্রাম) মীনাক্ষী হুড্ডা (৪৮ কিলোগ্রাম), পারভিন হুডা (৮০ কিলোগ্রাম), অরুন্ধতী চৌধুরী (৭০ কিলোগ্রাম) এবং নুপূর শ্যরণ (৮০+ কিলোগ্রাম) সোনার পদক জয় করেছেন। Boxer Saweety Boora: 'ও পুরুষদের প্রতি আকৃষ্ট, সব প্রমাণ আছে', স্বামীর সম্পর্কে বিস্ফোরক অর্জুন পুরস্কারপ্রাপ্ত বক্সার অন্যদিকে, জোড়া সোনার পদক জয় করেছেন ভারতের পুরুষ বক্সাররা। শচীন সিবাচ ৬০ কিলোগ্রাম এবং হিতেশ গুলিয়া ৭০ কিলোগ্রাম ক্যাটেগরিতে সোনার পদক জয় করেছেন। এর পাশাপাশি রুপোর পদক জয় করেছেন জাদুমণি সিং (৫০ কিলোগ্রাম), পবন বর্তবাল (৫৫ কিলোগ্রাম), অবিনাশ জামওয়াল (৬৫ কিলোগ্রাম), অঙ্কুশ ফাংগাল (৮০ কিলোগ্রাম), নরেন্দ্র বেরওয়াল (৯০+ কিলোগ্রাম) এবং পুরা রানি (৮০ কিলোগ্রাম)। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট দল ৫ ব্রোঞ্জ পদকও জয় করেছে। এই তালিকায় নাম রয়েছে নীরজ ফোগত (৬৫ কিলোগ্রাম), সেবাতি (৭৫ কিলোগ্রাম), সুমিত কুন্ডু (৭৫ কিলোগ্রাম), জুগনু (৮৫ কিলোগ্রাম) এবং নবীনের (৯০ কিলোগ্রাম)। Imane Khelif, Algerian Olympic Gold Medallist Boxer: পুরুষাঙ্গ, অন্ডকোষ নিয়েই প্যারিস অলিম্পিকে সোনা 'মহিলা' বক্সারের! বিস্ফোরক মেডিক্যাল রিপোর্ট ফাঁস টুর্নামেন্টে আলাদা করে নজর কাড়লেন জেসমিন ভারতের 'মেয়ে' জেসমিন লম্বোরিয়া বক্সিং বিশ্বকাপ ফাইনালে সবথেকে বড় ম্য়াচে জয়লাভ করলেন। প্যারিস অলিম্পকে সোনার পদকজয়ী বক্সারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন তিনি। এই ম্য়াচে জেসমিন ৪-১ ব্যবধানে জয়লাভ করেন। শুরু থেকেই তাঁকে বেশ আক্রমণাত্মক মেজাজে দেখতে পাওয়া যাচ্ছিল। গোটা ম্য়াচটাই তিনি নিজের নিয়ন্ত্রণে রাখেন। পুরুষদের মধ্যে শচীন সিবাচ সবথেকে বড় ম্য়াচে জয়লাভ করেন। তিনি কিরঘিস্তানের মুন্নরবেক সইতবেককে ৫-০ ব্যবধানে পরাস্ত করেন। এই ম্য়াচে শচীনের একতরফা দাপট দেখতে পাওয়া যায়।
Mathurapur: নির্মীয়মান ছাদ থেকে মহিলাকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেফতার TMC কর্মী
Mathurapur: শুক্রবার বিকালে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের হয়। মূল অভিযুক্ত তনয় পাইক, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মহিলার আঘাত গুরুতর। তাঁর পিঠে গুরুতর চোট লেগেছে। কিন্তু কেন এই ঘটনা? এলাকা সূত্রে জানা গিয়েছে, জায়গার ভাগ বাটোয়ারা নিয়ে দুই ভাই নিত্য পাইক ও পাঁচুগোপাল পাইকের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল।
প্রথম দিনের শুটিং-এই বাদ ক্যাটরিনা, অবশেষে হাল ধরেন সলমন
প্রথম দেখাতেই ক্যাটরিনার কেরিয়ার বদলাতে চেয়েছিলেন তিনি। সে সময় ডেভিড ধাওয়ানের পরবর্তী ছবি ‘ম্যানে পেয়ার কিউ কিয়া’র জন্য নতুন নায়িকা খুঁজছিলেন সলমন। ক্যাটরিনাকে দেখেই তিনি বুঝে যান, আগামী দিনের স্টারকে পেয়েছেন।
নদীর চরে থাকা লোকজন হঠাৎ উধাও, বাংলাদেশে ফেরার হিড়িক?
ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত শিলিগুড়ির পোড়াঝাড় এলাকা। গত কয়েক বছরে নদীর চর দখল করে বসবাস করছিলেন বহু মানুষ। এদের অধিকাংশের নামই ২০০২ সালের ভোটার তালিকায় নেই। SIR শুরু হতেই এই এলাকার দুটি অংশে ১০০ জনের খোঁজ মিলছে না। এলাকার দুই বিএলও বলছেন, বাকিরা ফর্ম নিলেও এখনও কিছু ফর্ম পড়ে আছে। যাঁদের নাম বর্তমান ভোটার তালিকায় থাকলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএলও-দের দাবি, এলাকায় গিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ নিলে তাঁরা বলছেন, 'নিখোঁজ' ব্যক্তিরা বাংলাদেশে চলে গিয়েছেন। ফলে ফর্ম তাঁদের কাছেই পড়ে রয়েছে। প্রশ্ন উঠছে, নদীর চরে কি বাংলাদেশ থেকে চোরাপথে এসে বসবাস করছিলেন ওই 'নিখোঁজ' ব্যক্তিরা? SIR শুরু হতেই কি পালিয়েছেন তাঁরা?

15 C