SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

14    C
... ...View News by News Source

আসছে ‘অ্যানিম্যল’ ছবির সিক্যুয়েল, মুক্তি নিয়ে কী বললেন রণবীর কাপুর?

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'অ্যানিম্যল' বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। ছবির শেষ অংশে পোস্ট-ক্রেডিট সিনের মাধ্যমে দর্শকদের জন্য সিক্যুয়েলের ইঙ্গিত রাখা হয়েছিল। সেই থেকেই 'অ্যানিম্যল পার্ক' নামটি নিয়ে শুরু হয় আলোচনা। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন রণবীর নিজেই।

টিভি 9 বাংলা 27 Jan 2026 7:00 pm

Meta: চাইলেই আপনার ‘এনক্রিপটেড’ হোয়াটসঅ্যাপ পড়ে ফেলতে পারে Meta! বিস্ফোরক অভিযোগে মামলা হল আদালতে

সান ফ্রান্সিসকোর নর্দান ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার জেলা আদালতে ওই 'হুইসল-ব্লোয়ার'-রা নিজেদের নাম-পরিচয় গোপন রেখে যে মামলা দায়ের করেছেন, তার সারবত্তা, বিশ্ব জুড়ে কয়েক'শ কোটি হোয়াটসঅ্যাপ ইউজারদের স্বার্থে আন্তর্জাতিক মানের পদক্ষেপ করা হোক মেটা-র বিরুদ্ধে।

টিভি 9 বাংলা 27 Jan 2026 6:58 pm

খুশকি ভেবে ড্রাই স্ক্যাল্পের চিকিৎসা করছেন না তো?

অন্যদিকে, মাথায় পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে ড্রাই স্ক্যাল্পের সমস্যা হয় । এই ক্ষেত্রে ফ্লেকস সাধারণত ছোট, সাদা ও শুকনো হয় এবং সহজেই ঝরে পড়ে। স্ক্যাল্প টানটান লাগে, কখনও হালকা চুলকানি হতে পারে। কিন্তু তৈলাক্ত ভাব থাকে না। তবে শুধু স্ক্যাল্পেই নয় শরীরের অন্যান্য অংশেও শুষ্ক ত্বকের সমস্যা হতে পারে।

টিভি 9 বাংলা 27 Jan 2026 6:57 pm

প্রিয় পোষ্যকে নিয়ে বিমানে উঠবেন? সঠিক নিয়ম না জানলেই বিপদ!

কেবিনে পোষ্য নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক ক্যারিয়ার নির্বাচন। ক্যারিয়ারটি অবশ্যই এয়ারলাইন-অনুমোদিত হতে হবে এবং এমন আকারের হতে হবে, যাতে পোষ্য স্বচ্ছন্দে বসতে, দাঁড়াতে ও ঘুরে দাঁড়াতে পারে। তবে পাশাপাশি ক্যারিয়ারটিকে বাধ্যতামূলকভাবে যাত্রী আসনের নিচে ঢুকে যাওয়ার মতো মাপের হতে হবে । পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকলে কেবিনে পোষ্যের অস্বস্তি হতে পারে।

টিভি 9 বাংলা 27 Jan 2026 6:54 pm

স্বাস্থ্য সাথী কার্ডে কোন রোগের জন্য কত টাকা বরাদ্দ? কীভাবে জানবেন? রইল সহজ উপায়

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে ইতিমধ্যেই রাজ্যের লাখ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, এই প্রকল্পের আওতায় একটি পরিবারের বছরে সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ সরকার বহন করবে সরকার। সরকারী ওয়েব সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটি একটি ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা,

টিভি 9 বাংলা 27 Jan 2026 6:50 pm

অস্ট্রেলিয়ার পথে গোয়া! সৈকত রাজ্যে নাবালকদের জন্য বন্ধ হচ্ছে সোশাল মিডিয়া

মেটার একাধিক সোশাল মিডিয়া প্লাটফর্ম, গুগলের ইউটিউব এবং এক্সের মতো টেক জায়ান্টদের অন্যতম বাজার ভারত। যদিও দেশে সমাজমাধ্যম ব্যবহার নিয়ে কোনও বিধিনিষেধ নেই।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 6:48 pm

শীতে ঠোঁট ও গালে আসুক গোলাপী আভা, বাড়িতেই বানান হার্বাল টিন্ট

বাজারের দামি ব্র্যান্ডের বদলে এখন বাড়িতে বানিয়ে ফেলা যায় আকর্ষণীয় 'লিপ অ্যান্ড চিক টিন্ট'। এতে ত্বকও থাকে সুরক্ষিত, আবার পকেটও বাঁচে। ঘরোয়া পদ্ধতিতে বানাতে পারেন ফুড কালারিং টিন্ট, বিটরুট টিন্ট কিংবা হিবিকাস টিন্ট।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 6:43 pm

Anandapur Fire Inciedent |আনন্দপুর অগ্নিকাণ্ড: ছাইয়ের স্তূপে হাড়ের টুকরো! আটক মালিক, দায় কার?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আনন্দপুরের হাড়হিম করা অগ্নিকাণ্ডের (Anandapur Fire Inciedent) ৪২ ঘণ্টা পর অবশেষে আটক হলেন গুদাম মালিক গঙ্গাধর দাস। মঙ্গলবার বারুইপুরের (Baruipur) বাড়ি থেকে বেরোনোর সময় তাকে পাকড়াও করে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police)। বর্তমানে তাঁকে বারুইপুর জেলা পুলিশ দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু নিশ্চিত করা […] The post Anandapur Fire Inciedent | আনন্দপুর অগ্নিকাণ্ড: ছাইয়ের স্তূপে হাড়ের টুকরো! আটক মালিক, দায় কার? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 6:42 pm

I-Pac Case: কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়ে সংসদে আলোচনা প্রয়োজন, দাবি তৃণমূলের

Delhi: তবে, মুখ্যমন্ত্রীর দাবি এই নিয়ে ইডি এসেছিল তৃণমূলের যাবতীয় প্রার্থী তালিকা ও আসন্ন নির্বাচন সংক্রান্ত সব তথ্য নেওয়ার জন্য। এই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও, তাতে ধাক্কা খায় তৃণমূল। কোর্ট নির্দেশ দেয় মমতা বন্দ্যোপাধ্যায় যা যা নথি নিয়ে গিয়েছেন তা সব যেন সংরক্ষণ করা হয়।

টিভি 9 বাংলা 27 Jan 2026 6:41 pm

Border 2: চার দিনেই ২০০ কোটির দোরগোড়ায় ‘বর্ডার ২’, রেকর্ড ভাঙল অনেক ছবির

প্রজাতন্ত্র দিবসের ছুটিকে পুঁজি করে বক্স অফিসে কার্যত ইতিহাস গড়ে ফেলল সানি দেওল অভিনীত ও অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ (Border 2)। মুক্তির চতুর্থ দিনেই ছবিটির মোট আয় পৌঁছেছে প্রায় ১৯৪ কোটি টাকায়। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে ছবিটির আয় হয়েছে ৫৯ কোটি টাকা, যা মুক্তির পর থেকে সর্বোচ্চ একদিনের কালেকশন। এই বিপুল আয়ের ফলেই বিশ্বব্যাপী বক্স অফিসে ‘বর্ডার ২’-এর মোট সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ২৩৬.২০ কোটি টাকায়। বর্ডার ২ বক্স অফিস কালেকশন ৪র্থ দিন 'বর্ডার ২' প্রজাতন্ত্র দিবসের চার দিন আগে সিনেমা হলে মুক্তি পায়। ছবিটি প্রথম দিনে ৩০ কোটি টাকা আয় করে। দ্বিতীয় দিনে ৩৬.৫০ কোটি টাকা এবং তৃতীয় দিনে ৫৪.৫ কোটি টাকা আয় করে। তবে, প্রজাতন্ত্র দিবসে অথবা মুক্তির চতুর্থ দিনে বর্ডার ২ ৫৯ কোটি টাকা আয় করে। মুক্তির পর থেকে এটি একদিনে সর্বোচ্চ আয়কারী ছবি। 'বর্ডার ২' ছবির মোট আয়ের কথা বলতে গেলে, এটি এখন পর্যন্ত ১৮০ কোটি টাকা আয় করেছে। প্রজাতন্ত্র দিবসে ভারতীয় বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে স্থান পাওয়ার সুযোগ হাতছাড়া করে ছবিটি, তবে পঞ্চম দিনে এই জাদুকরী অঙ্কে পৌঁছাতে পারে। 'বর্ডার ২' কেবল ভারতীয় বক্স অফিসেই ভালো ব্যবসা করেনি। বিশ্বব্যাপীও এটি শক্তিশালী আয় করেছে। ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২৩৯.২০ কোটি টাকা আয় করেছে। জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ভারতীয় ছবির বিশ্বব্যাপী আয়ের তালিকায় এটি দ্বিতীয় স্থানে রয়েছে। এটি দক্ষিণ ভারতীয় ছবি রাজা সাব-এর আয়কে ছাড়িয়ে গেছে, যা বিশ্বব্যাপী আয় করেছে ২০৫.৬৬ কোটি টাকা। আরও পড়ুন: ১২ কোটির গাড়ি কেনার ভালোলাগা ১৫ মিনিট! বাদশার কথায় চমক 'বর্ডার ২' শাহরুখ খানের 'পাঠান'-এর চতুর্থ দিনের আয়কে ছাড়িয়ে গেছে, যা চতুর্থ দিনে আয় করেছে ৫১.৫ কোটি টাকা। সানি দেওল তাঁর ছবি গদর ২-এর চতুর্থ দিনের আয়ের রেকর্ডও ভেঙে দিয়েছেন। গদর ২ চতুর্থ দিনে আয় করেছে ৩৮.৭০ কোটি টাকা। আরও পড়ুন: ক্রাচে হেঁটেও মুখে হাসি! শরীরের অন-অফ সুইচয়ের গল্প শোনালেন হৃতিক রোশন উল্লেখযোগ্যভাবে, ‘বর্ডার ২’ মুক্তির প্রথম চার দিনের আয়ের নিরিখে গত মাসে মুক্তিপ্রাপ্ত আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত সুপারহিট ছবি ‘ধুরন্ধর’-কেও ছাড়িয়ে গেছে। ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রের তালিকায় নিজের জায়গা পাকা করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 27 Jan 2026 6:40 pm

নতুন অতিথির অপেক্ষায় লিন–রণদীপ হুডা, সাধের অনুষ্ঠানে কী কী ঘটল?

স্ত্রীর পাশে শান্ত ও খুশির মেজাজে ক্যামেরা বন্দি হয়েছেন রণদীপ। কখনও লিনের দিকে তাকিয়ে মুচকি হাসি, কখনও অতিথিদের সঙ্গে গল্প সব মিলিয়ে বোঝা যাচ্ছিল, এই মুহূর্তটা তাঁদের কাছে কতটা স্পেশাল। একটি ছবিতে দুজনকে একসঙ্গে ছোট্ট শিশুর মোজা হাতে পোজ দিতে দেখা যায়, যা বেশ পছন্দ করেছেন নেটিজেনরা।

টিভি 9 বাংলা 27 Jan 2026 6:38 pm

অভাবের তাড়নায় কোলের কন্যাসন্তানকে বিক্রি! বারাসতের ঘটনায় গ্রেপ্তার ৩

ধৃতদের সঙ্গে আন্তঃরাজ্য শিশু বিক্রির চক্র যুক্ত রয়েছে বলেই অনুমান তদন্তকারীদের।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 6:27 pm

‘রোজ আলাদা ফ্ল্যাটে রাত কাটায় করিশ্মা’, বিস্ফোরক অক্ষয়, দিদির ‘অপমানে’মোক্ষম জবাব করিনার!

এককালের সহ-অভিনেতার সম্পত্তির পরিমাণ ফাঁস করে পালটা জবাব ছুড়লেন করিশ্মাও!

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 6:24 pm

India-EU Free Trade Deal: আমেরিকাকে রুখতে ১৮ বছর পর ‘ইন্দ্রজাল’ বুনলেন মোদী, ফায়দা হবে ভারতের?

India-EU FTA in News: ২০১৩ সাল স্থগিত হয়ে যায় ভারত-ইউরোপ বাণিজ্য আলোচনা। এরপর বছর ঘুরল। ঘুরে গেল সরকারও। কংগ্রেস নয়, এল বিজেপি। প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গ একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনমোহন সিংহের জমানার মতোই মোদী জমানাতেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে কূটনীতি ও বিশ্ব বাণিজ্য়ে। সেই সূত্র ধরে পুনরুদ্ধার হয়েছে ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য আলোচনারও।

টিভি 9 বাংলা 27 Jan 2026 6:24 pm

বিশ্ব বাংলা লোগো সরানো নিয়ে কোন্দল তৃণমূলে

বিশ্ব বাংলার লোগো সরানো নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বিষয়টি নিয়ে পুরাতন মালদার পুরবোর্ডের বিরুদ্ধে সরব হয়েছেন দলীয় কাউন্সিলরই। এই ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার কথাও জানিয়েছেন ওই কাউন্সিলর।

আমাদেরমালদা 27 Jan 2026 6:17 pm

Dakshin Dinajpur News |কচুরিপানা ঢাকা পুকুরে মিলল কঙ্কালসদৃশ দেহ! মুগলিশপুরে তীব্র চাঞ্চল্য

কুমারগঞ্জ: পরিত্যক্ত পুকুর থেকে ভেসে আসছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ হওয়ায় কচুরিপানা সরাতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur News) কুমারগঞ্জ (Kumarganj) থানার মোহনা গ্রাম পঞ্চায়েতের মুগলিশপুর বিলপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে একটি কঙ্কালসদৃশ অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি এতটাই পচে গিয়েছে যে, দেখে চেনার কোনো উপায় নেই। স্থানীয় বাসিন্দা ডালু হাঁসদার […] The post Dakshin Dinajpur News | কচুরিপানা ঢাকা পুকুরে মিলল কঙ্কালসদৃশ দেহ! মুগলিশপুরে তীব্র চাঞ্চল্য appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 6:15 pm

Patiram |আত্রেয়ীর চরে বালি মাফিয়াদের দাপট: আন্দোলনে নামলেন পতিরামের কৃষকেরা

বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: প্রশাসনিক নজরদারি এড়িয়ে দক্ষিণ দিনাজপুরের আত্রেয়ী নদীর চরে চলছে অবৈধ বালি উত্তোলনের ‘মহোৎসব’। সোমবার সকালে পতিরামের বোল্লা পঞ্চায়েত এলাকার পারপতিরাম পালপাড়া ও হরিহরপুর চরে বালি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়লেন কয়েকশো কৃষক ও গ্রামবাসী। পরিস্থিতি রণক্ষেত্রের আকার নিলে ঘটনাস্থলে পৌঁছায় পতিরাম থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার বিবরণ: প্রতিবাদী কৃষকদের হুমকি স্থানীয় সূত্রে […] The post Patiram | আত্রেয়ীর চরে বালি মাফিয়াদের দাপট: আন্দোলনে নামলেন পতিরামের কৃষকেরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 6:15 pm

SIR Notice: খোদ বিডিও-র হাতেই ‘SIR’ নোটিস! বাবার নথি নিয়ে তলব করল নির্বাচন কমিশন

সাধারণ মানুষ তো বটেই, ভোটার তালিকা যাচাইয়ের কড়াকড়ি থেকে বাদ গেলেন না খোদ প্রশাসনিক আধিকারিকও। এবার নির্বাচন কমিশনের ‘এসআইআর’ (SIR) নোটিস পেলেন ভরতপুর-২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) অনির্বাণ সেনগুপ্ত। তাঁর বাবার নথিপত্র নিয়ে তাঁকে কমিশনের কাছে হাজিরা দেওয়ার বা তথ্যাদি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, নথিপত্রের সামান্য গরমিলের কারণেই এই নোটিস পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে অবশ্য বিডিও নিজেই ধোঁয়াশা পরিষ্কার করেছেন। এ প্রসঙ্গে ভরতপুর-২ ব্লকের বিডিও অনির্বাণ সেনগুপ্ত জানান, তাঁর এবং তাঁর বাবার সমস্ত নথিতেই নামের সঙ্গে ‘মিডল নেম’ বা মধ্যনাম রয়েছে। কিন্তু ২০০২ সালের একটি নথিতে ভুলবশত তাঁর বাবার নামের মধ্যনামটি বাদ পড়ে গিয়েছিল। সেই একটি তথ্যের অসামঞ্জস্যের কারণেই নির্বাচন কমিশনের স্ক্রুটিনিতে বিষয়টি উঠে আসে এবং নিয়মমাফিক এসআইআর নোটিস পাঠানো হয়। আরও পড়ুন- Madhyamik 2026: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন বিডিও অনির্বাণ সেনগুপ্ত সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, “এসআইআর নোটিস নিয়ে অযথা ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশের ১২টি রাজ্যে এই প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশন আগেই স্পষ্ট করে দিয়েছে যে, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না।” তাঁর নিজের উদাহরণ দিয়ে তিনি বোঝান, এটি একটি সাধারণ যাচাই প্রক্রিয়া মাত্র। আরও পড়ুন- রাজীবের পর এবার কে? পরবর্তী ডিজি নিয়োগে নয়া জট, ক্যাটের নির্দেশ চ্যালেঞ্জ করে আদালতে UPSC এদিন শুনানির কাজের মাঝে বিডিও-র মানবিক রূপও দেখা যায়। হেয়ারিং চলাকালীন এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নজরে আসতেই তৎক্ষণাৎ নিজের কাজ থামিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিডিও সাহেব। অসুস্থ ব্যক্তিকে বসানো এবং জল দেওয়ার ব্যবস্থা করেন তিনি। তিনি জানান, মানুষ যাতে হয়রানির শিকার না হন, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বতোভাবে সাহায্য করা হচ্ছে। আরও পড়ুন- চিনের ঘুম হারাম! ইউরোপের সঙ্গে হাত মেলাল ভারত, নয়া চুক্তিতে এমন কী আছে যা বিশ্বকে তাক লাগাচ্ছে?

ইন্ডিয়ান এক্সপ্রেস 27 Jan 2026 6:13 pm

India-EU Free Trade Deal: দাম কমবে গাড়ি, সুরা ও ওষুধের! আর কী কী সস্তা হবে ভারত-ইউরোপীয় ইউনিয়নের চুক্তিতে?

Mother Of All Deal: সবচেয়ে বড় সুখবর হবে সেই সব ব্যক্তিদের জন্য যাঁরা আগামীতে লাক্সারি গাড়ি কিনবেন বলে ভেবেছেন। কারণদাম কমবে এই ধরনের গাড়ির। মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ ও অডির মতো গাড়িতে এতদিন আমদানি শুল্ক ছিল ১০০ শতাংশের বেশি। নতুন চুক্তিতে ১৫ হাজার ইউরোর বেশি দামের গাড়িতে শুল্ক কমে হবে ৪০ শতাংশ।

টিভি 9 বাংলা 27 Jan 2026 6:13 pm

Tripura News: ভেতরের সব খবর জানি, কাউকে ছাড়া হবে না!, কৈলাশহর কান্ডে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরে দুদিন আগে ঘটে যাওয়া অশান্তি এবং হিংসাত্মক সংঘর্ষের প্রসঙ্গে জড়িত সকলকে সাবধান করে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেছেন, এইধরনের ঘটনার সাথে জড়িত কাউকে ছাড়া হবে না। পিডব্লুডি দপ্তরের টেন্ডার জমা করা নিয়ে ২৩ জানুয়ারি ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মাঝে পাথর ছোড়া ভাংচুর ও অগ্নি সংযোগসহ বেশ কিছু লোকের আহত হবার ঘটনা ঘটে। ঘটনাটি বিকেল নাগাদ শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই টেন্ডার জমা করা দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি থেকে গড়িয়ে সন্ধ্যা নাগাদ মারামারি, আশেপাশের দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ, পাথর ছোড়াছুড়ি ইত্যাদিতে পৌঁছয়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টির কৈলাশহর মন্ডল এলাকার সভাপতি প্রীতম ঘোষকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বিজেপি যুব মোর্চা নেতা অরুপ ধরের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছিল এবং কিছু অস্থায়ী যুব মোর্চা কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে। আরও পড়ুন- রাজীবের পর এবার কে? পরবর্তী ডিজি নিয়োগে নয়া জট, ক্যাটের নির্দেশ চ্যালেঞ্জ করে আদালতে UPSC ঘটনা নিয়ন্ত্রণের বাইরে যাবার অবস্থা হলে পুলিশ লাঠি চার্জ করে হিংস্র জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সঙ্গে কয়েক রাউন্ড গুলিও ছুঁড়তে বাধ্য হয় পুলিশ।এ'প্রসঙ্গে সরকারের পদক্ষেপ নিয়ে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেছেন, আমার কাছে সমস্ত তথ্য এসেছে। আমিও তদন্ত করে দেখেছি। ভেতরের খবরও আমার কাছে এসেছে। যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না। আরও পড়ুন- চিনের ঘুম হারাম! ইউরোপের সঙ্গে হাত মেলাল ভারত, নয়া চুক্তিতে এমন কী আছে যা বিশ্বকে তাক লাগাচ্ছে? তিনি আরও বলেন, ত্রিপুরায় হিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পার হয়ে না কিছু লোক এবং এই অভ্যেস থেকেই পরশুর ঘটনা ঘটেছে বলেও ইঙ্গিত করেছেন তিনি।প্রসঙ্গত, সম্প্রতি বেশ কিছু হিংসার ঘটনায় বিরোধীদল সিপিআইএম এর দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাম জমানায় রাজ্যে হিংসার সংস্কৃতির আমদানি করা হয়েছিল। বিভিন্ন বিজেপি নেতারাও ইদানিং দাবি করেছিলেন, বিজেপি কর্মীদের সঙ্গে বিভিন্ন গোষ্ঠীর রাজনৈতিক সংঘর্ষের পেছনেও বামপন্থীদের হাত রয়েছে। মুখ্যমন্ত্রীর আজকে মন্তব্যকেও বামেদের প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত বলে ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আরও পড়ুন- Akhilesh Yadav: “ইডি পারেনি, বিজেপিও পারবে না! বাংলায় ফের দিদিই ফিরছেন”, ভবিষ্যদ্বাণী অখিলেশের গতকাল রাজ্য কংগ্রেস বিধায়ক দলের নেতা বিরজিৎ সিনহা ঘটনাটি নিয়ে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে বলেছিলেন, এই ঘটনার জন্যে একমাত্র দায়ী শাসকদল।তিনি জানিয়েছেন, এক অবসরপ্রাপ্ত কর্মচারীর খালি কোয়ার্টার দখল করে কিছু বিজেপি কর্মী বেশ কিছুদিন ধরে এলাকায় সমস্যা সৃষ্টি করে আসছিল। প্রশাসনকে জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা আরও দাবি করেছিলেন, এই বিজেপি কর্মীরা আজকে নিজেদের দলেরই ওপর একটি গোষ্ঠীর সমর্থকদের সাথে সংঘর্ষে জড়িয়ে সরস্বতী পুজোর দিনকে ম্লান করে দিয়েছে, এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। এ'প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মন্তব্য করতে গিয়ে বলেছেন, তাঁরা তো রাজনৈতিকভাবে এই মন্তব্য করছেন। আমি রাজনৈতিকভাবে বলছি না। আমি ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি। এখানে রাজনীতিকে না জড়ানোই ভালো। একটি ঘটনা ঘটে গেছে। এতে যারা জড়িত ছিল, তাদের জন্যে আইনের আওয়ায় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যাণকর জানিয়েছেন, ২৩ তারিখে উনকোটি জেলার কৈলাশহরে ঘটনার সূত্রপাত হলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছিলেন। লাঠি চার্জ করে ক্ষিপ্র জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনায় ইতিমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে এবং যেকোন দোষীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 27 Jan 2026 6:11 pm

Kumarganj SIR Hearing |কুমারগঞ্জে এসআইআর হেয়ারিংয়ে ফের বিশৃঙ্খলা! রিসিভ কপির দাবিতে বিক্ষোভ, কড়া নিরাপত্তায় বিডিও অফিস

কুমারগঞ্জ: গত শনিবার মাইক্রো অবজারভার প্রহৃত হওয়ার ঘটনার পর দু’দিন ছুটি কাটিয়ে মঙ্গলবার ফের শুরু হল কুমারগঞ্জে এসআইআর (Kumarganj SIR Hearing) হেয়ারিং। তবে কাজ শুরু হতেই নথিপত্র জমা দেওয়ার ‘রিসিভ কপি’ বা প্রাপ্তি স্বীকারপত্র নিয়ে নতুন করে উত্তেজনা ছড়াল বিডিও অফিস চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করতে হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ (RAF)। এদিন […] The post Kumarganj SIR Hearing | কুমারগঞ্জে এসআইআর হেয়ারিংয়ে ফের বিশৃঙ্খলা! রিসিভ কপির দাবিতে বিক্ষোভ, কড়া নিরাপত্তায় বিডিও অফিস appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 6:08 pm

ইউজারদের গোপনীয়তায় ‘চরবৃত্তি’! বড়সড় জরিমানার মুখে গুগল

মামলায় দাবি ওঠে, ইউজারদের অনুমতি ছাড়া কথোপকথন শোনা বা তথ্য সংরক্ষণ করার অধিকার থাকা উচিত নয় গুগলের।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 6:06 pm

বয়কটের পরও বিশ্বকাপে থাকবে বাংলাদেশ! কঠোর সিদ্ধান্ত নিয়েও পুনর্বিবেচনার আশ্বাস আইসিসির

বিশ্বকাপে না থেকেও থাকবে বাংলাদেশ! অন্তত সে দেশের সাংবাদিকরা ভারতে এসে বিশ্বকাপের ম্যাচ কভার করার সুযোগ পাবেন। তেমনই আশ্বাস দিল জয় শাহর আইসিসি।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 6:03 pm

Indian Railways Compensation: ট্রেন দেরির কারণে পরীক্ষা দিতে পারেননি, ক্ষতিপূরণ পেলেন ৯ লক্ষ টাকার বেশি!

Indian Railways: উত্তর প্রদেশের বাস্তি জেলার এক ছাত্রী ট্রেন লেটের কারণে বসতে পারেননি পরীক্ষায়। আর তার ক্ষতিপূরণ হিসাবে রেলকে দিতে হল প্রায় ৯ লক্ষ ১০ হাজার টাকা। দীর্ঘ ৭ বছরের আইনি লড়াই শেষে জেলা উপভোক্তা কমিশন রায় দিয়েছে ওই ছাত্রীর পক্ষেই।

টিভি 9 বাংলা 27 Jan 2026 5:51 pm

Vihaan Malhotra Century: ব্যাট হাতে 'তাণ্ডব' বিহানের, শতরানের পাশাপাশি গড়লেন এক নয়া রেকর্ড

Vihaan Malhotra Century: বিহান মলহোত্রা। এই নামটার সঙ্গে ভারতীয় ক্রিকেট সমর্থকরা এতক্ষণে নিশ্চয়ই পরিচিত হয়ে গিয়েছেন। চলতি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) প্রথম ভারতীয় হিসেবে শতরান করলেন বিহান। অনেকেই মনে করেছিলেন, বৈভব হয়ত এই টুর্নামেন্টে ভারতীয়দের (India U19 Cricket Team) মধ্যে বৈভব হয়ত প্রথম শতরান করতে পারবেন। কিন্তু, বিহান শেষপর্যন্ত বাজিমাত করে বেরিয়ে গেলেন। পাটিয়ালার এই ক্রিকেটারের দৌলতে নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান করেছে। আসুন, বিহানের ক্রিকেটীয় যাত্রা সম্পর্কে আলোচনা করা যাক। আরও পড়ুন: India vs Zimbabwe: মানবিক সিদ্ধান্ত ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের, শুনলে চোখ ভিজবে আপনারও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে মাত্র ২১ রানে আউট হয়ে ফিরে যাওয়ার পর ব্যাট করতে নামেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক বিহান মলহোত্রা। দ্বিতীয় উইকেটে বৈভব সূর্যবংশীর সঙ্গে তিনি ৫৬ রানের একটি পার্টনারশিপ তৈরি করে প্রাথমিক ধাক্কাটা সামলে দেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যুগলবন্দি তিনি গড়ে তোলেন পঞ্চম উইকেটে ১১৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। শেষপর্যন্ত তিনি ১০৯ রানে অপরাজিত থাকেন। সেইসঙ্গে টিম ইন্ডিয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তোলেন। আরও পড়ুন: IND U19 vs ZIM U19 LIVE Score: শানদার সেঞ্চুরি বিহান মলহোত্রার, রানের পাহাড়ে টিম ইন্ডিয়া বিহানের ক্রিকেটীয় যাত্রা পাতিয়ালা থেকে উঠে এসেছেন বিহান মলহোত্রা। বিরাট কোহলিকে আদর্শ করে তিনি ক্রিকেট খেলা শুরু করেন। ভারতের এই স্পিন বোলিং অলরাউন্ডার অনূর্ধ্ব-১৬ দলে পঞ্জাবের হয়ে খেলেছিলেন। কমলপ্রীত সিংয়ের তত্ত্বাবধানে পাতিয়ালার ক্রিকেট হাব অ্যাকাডেমিতে তিনি নিজের প্রতিভায় শান দিয়েছেন। বিহানের সবথেকে বড় গুণ হল, চাপের মুখেও মাথা ঠাণ্ডা রেখে একের পর এক নজরকাড়া শট মারতে পারেন। আর সেকারণেই খুব অল্প বয়সে তিনি জুনিয়র নির্বাচকদের 'প্রিয় পাত্র' হয়ে ওঠেন। অবশেষে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে তিনি যোগ দেন। আরও পড়ুন: IND U19 vs BAN U19 Highlights: টাইগার নয়, একেবারে কাগুজে বাঘ! ভারতের কাছে ১৮ রানে হারল বাংলাদেশ কেরিয়ারের শুরুটা বিহান একজন ওপেনার হিসেবেই করেছিলেন। কিন্তু, টিম ইন্ডিয়ার বর্তমান ওপেনিং কম্বিনেশনের (আয়ুশ মহাত্রে এবং বৈভব সূর্যবংশী) জন্য বিহানকে নিজের জায়গা 'কুরবান' করে দেন। কিন্তু, মিডল অর্ডারেও তিনি ধ্রুবতারার মতো জ্বলে উঠলেন। গত বছর ইংল্যান্ড সফরে বিহান দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। এই সফরে টিম ইন্ডিয়া চার-দিন এবং ৫০ ওভারের ফরম্য়াটে খেলেছিল। এই সফরে ঝকঝকে পারফরম্য়ান্সের জন্যই অস্ট্রেলিয়া সফরের আগে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক হিসেবে তাঁকে নির্বাচন করা হয়। আরও পড়ুন: IND U19 vs NZ U19 Highlights: আয়ুশের ঝকঝকে হাফসেঞ্চুরি, নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত গত নভেম্বর মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ এ ক্রিকেট দল একটি ট্রায়াঙ্গুলার সিরিজ খেলেছিল। বাকি দুটো দল ছিল আফগানিস্তান এবং ভারতের অনূর্ধ্ব-১৯ বি ক্রিকেট দল। এই সিরিজে ভারতের অনূর্ধ্ব-১৯ এ ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন বিহান। পাঁচ ইনিংসে ভারতের এই বাঁ-হাতি ব্যাটার ১৮২ রান করেছিলেন। বলতে বাধা নেই, ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ব্যাট হাতে বিহানের শুরুটা একেবারে ভাল হয়নি। কিন্তু, জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরান করে তিনি বুঝিয়ে দিলেন যে আগামীদিনে টিম ইন্ডিয়ার 'ভবিষ্যৎ' হতে চলেছেন। এই ম্য়াচটা টিম ইন্ডিয়া এবার জিততে পারে কি না, সেটাই আপাতত দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস 27 Jan 2026 5:46 pm

Biplab Deb |‘ভাইপো কয়লা-বালি খায়, রাস্তা দিয়ে গেলে পাখিও ওড়ে না’, ফালাকাটায় ঝাঁঝালো আক্রমণ বিপ্লব দেবের

ফালাকাটা: বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে প্রচারের পারদ চড়ালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব (Biplab Deb)। মঙ্গলবার বিকেলে ফালাকাটার (Falakata) তিন মাইলে আয়োজিত বিজেপির ‘পরিবর্তন সভা’-য় এসে তিনি নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর ‘ভাইপো’-কে। দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করার পাশাপাশি পুলিশ ও স্থানীয় নেতাদেরও কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। ‘ভাইপো’র বিরুদ্ধে তোপ: […] The post Biplab Deb | ‘ভাইপো কয়লা-বালি খায়, রাস্তা দিয়ে গেলে পাখিও ওড়ে না’, ফালাকাটায় ঝাঁঝালো আক্রমণ বিপ্লব দেবের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 5:46 pm

T20 World Cup |আইসিসির মোক্ষম চাল! টি-২০ বিশ্বকাপে কি ফিরছে বাংলাদেশ? পাকিস্তানের ‘বয়কট’ হুমকির ওপর ঝুলে টাইগারদের ভাগ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) শুরুর ঠিক মুখে এক মহানাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েক দিন আগেই ভারত সফরে নিরাপত্তা নিয়ে আপত্তির জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) (Bangladesh Cricket Board) বড় ধাক্কা দিয়ে টুর্নামেন্ট থেকে ছেঁটে ফেলেছিল আইসিসি। কিন্তু এখন পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়ে যে, আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর […] The post T20 World Cup | আইসিসির মোক্ষম চাল! টি-২০ বিশ্বকাপে কি ফিরছে বাংলাদেশ? পাকিস্তানের ‘বয়কট’ হুমকির ওপর ঝুলে টাইগারদের ভাগ্য appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 5:46 pm

Durgapur: দেহাংশের পচা গন্ধ ঢাকতে ঢালা হয়েছিল নুন! রোমহর্ষক ঘটনা

Durgapur: স্থানীয় বাসিন্দাদের দাবি, ডি সেক্টরে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ের পাশে দুর্গাপুর ইস্পাত কারখানার আবাসনে প্রদীপ চক্রবর্তীর সঙ্গেই থাকতেন ছবি। বুধবার পচা গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা আবাসনের ভেতরে ঢুকে চমকে যান। তারপরেই তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ পৌঁছে কঙ্কালসার দেহ উদ্ধার করে নিয়ে যায়।

টিভি 9 বাংলা 27 Jan 2026 5:45 pm

‘বাসন মাজতে আমার এত ভালোলাগে যে…’! কেন হঠাৎ এমন বললেন মিমি?

বড় পর্দায় তাঁকে যতটা গ্ল্যামারাস দেখায়, বাড়ির চার দেওয়ালের মধ্যে তিনি ততটাই সাধারণ ঘরের মেয়ে। শুটিংয়ের ব্যস্ততা না থাকলে তিনি নিজেই ঘরের ছোটখাটো কাজ করতে পছন্দ করেন। বাসন মাজার পাশাপাশি রান্না করা এবং নিজের বাগান পরিষ্কার করার প্রতিও তাঁর বিশেষ ঝোঁক রয়েছে।

টিভি 9 বাংলা 27 Jan 2026 5:43 pm

দক্ষিণ কোরিয়ার পরে এবার কিমের নজরে জাপান! বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে ২ ক্ষেপণাস্ত্র

জাপানের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র দেশটির এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছিল। কিছুদিন আগেই পেন্টাগনের তরফে দক্ষিণ কোরিয়াকে আদর্শ বন্ধু বলা হয়।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 5:42 pm

পেট আগে না ধর্ম! বিভেদ ভুলে গাঁয়ের পথে গীতা বেচেন জীবনতলার রজ্জাক

পথের ধারে পুস্তকের আখড়া খুলেছেন কৃষক পরিবারের সন্তান। সারাদিন রাস্তার পাশে দাঁড়িয়ে গীতা বিক্রি করেন তিনি!

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 5:37 pm

SIR শুনানি কেন্দ্র যেন বিয়ের আসর! লাইনে বর-সহ ৩৮ জন বরযাত্রী

রাজ্যজুড়ে এসআইআর শুনানি চলছে। বিভিন্ন জায়গায় শুনানি কেন্দ্রে সাধারণ মানুষকে শুনানির নামে হেনস্থার অভিযোগও উঠেছে। তবে বর-সহ গোটা বরযাত্রী শুনানির লাইনে! এমন ঘটনা এখনও অবধি হয়নি বলেই মত ওয়াকিবহাল মহলের।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 5:37 pm

Satish Shah-Padmashree: ‘জানে ভি দো ইয়ারো’ দিয়ে শুরু, সারাভাই vs সারাভাই, মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন সতীশ, তার কেরিয়ার...

বলিউড ও টেলিভিশন দুনিয়ার বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ কিডনি বিকল হয়ে ২০২৫ সালের ২৫ অক্টোবর, শনিবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর প্রয়াণে ভারতীয় বিনোদন জগতে নেমে আসে গভীর শোকের ছায়া। অসংখ্য স্মরণীয় চরিত্র ও অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তবে, এই কিংবদন্তি অভিনেতা মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন। অভিনয়জীবনের শুরু ও উত্থান মান্ডভির এক কচ্ছি গুজরাটি পরিবারে সতীশ রবিলাল শাহ নামে জন্মগ্রহণকারী এই অভিনেতা, ১৯৭০-এর দশকে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন। ১৯৭৮ সালে ‘অরবিন্দ দেশাই কি আজিব দাস্তান’ ছবির মাধ্যমে তিনি প্রথম বড় সুযোগ পান। তবে ১৯৮৩ সালের কাল্ট ক্লাসিক ‘জানে ভি দো ইয়ারো’ তাঁর কেরিয়ারে এক মোড় ঘুরিয়ে দেয়। দুর্নীতিগ্রস্ত পৌর কমিশনার ডি’মেলোর চরিত্রে তাঁর ব্যঙ্গাত্মক অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। Adrija Roy: প্রেম থেকে প্রতিশ্রুতি- বাগদান সারলেন অদ্রিজা হাস্যরসের অনন্য প্রতিভা সতীশ শাহ এমন এক অভিনয় ঐতিহ্য রেখে গেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মকেও হাসাবে। ‘সারাভাই বনাম সারাভাই’ ধারাবাহিকে ইন্দ্রবদন সারাভাই চরিত্রে তাঁর অনবদ্য কমেডি টাইমিং তাঁকে ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে। পাশাপাশি ‘ম্যায় হু না’-তে শাহরুখ খানের অধ্যাপক চরিত্রে তাঁর অভিনয় ছিল অনবদ্য। তাঁর উপস্থিতি মানেই ছিল পর্দায় আলাদা আকর্ষণ। চলচ্চিত্রে উজ্জ্বল উপস্থিতি ১৯৮০ ও ৯০-এর দশকে তিনি একাধিক জনপ্রিয় ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। ‘আপনে আপনে’, ‘আগ অর শোলা’, ‘হাতিম তাই’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘জুড়োয়া’ এবং ‘হিরো নম্বর ১’-এর মতো হিট ছবিতে তাঁর অভিনয় কেরিয়ারকে সমৃদ্ধ করে। টেলিভিশনে নতুন পরিচিতি দীর্ঘ চলচ্চিত্র জীবনের পর টেলিভিশনে ‘সারাভাই বনাম সারাভাই’ ধারাবাহিক তাঁকে সম্পূর্ণ নতুন উচ্চতায় পৌঁছে দেয়। ইন্দ্রবদনের চরিত্রে তাঁর জনপ্রিয়তা প্রমাণ করে, ছোট পর্দাও একজন শিল্পীর জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে। পদ্মশ্রী সম্মান ও শ্রদ্ধাঞ্জলি ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষিত পদ্ম পুরস্কারের তালিকায় মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে সতীশ শাহকে। FWICE-এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত এই সম্মানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানান। ভারতীয় সিনেমা ও টেলিভিশনে দীর্ঘস্থায়ী অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান সতীশ শাহের শিল্পীজীবনের প্রতি এক যোগ্য শ্রদ্ধার্ঘ্য।

ইন্ডিয়ান এক্সপ্রেস 27 Jan 2026 5:33 pm

Calcutta High Court: ‘আমরা অবাক হয়ে যাচ্ছি…’, টাকা পেয়েও কাঁটাতারের জন্য জমি দিচ্ছে না রাজ্য! সময় বেঁধে দিল হাইকোর্ট

High Court: প্রাক্তন সেনাকর্মী ডঃ সুব্রত সাহার করা জনস্বার্থ মামলার শুনানি ছিল আজ মঙ্গলবার। অভিযোগ ওঠে, রাজ্যের গাফিলতিতে ভারত-বাংলাদেশ সীমান্তের এ রাজ্যে যে অংশ রয়েছে, সেখান দিয়ে অবাধে বেআইনি চোরাচালান ও অনুপ্রবেশ চলছে অবাধে। কেন্দ্রের পক্ষ থেকেও আদালতে জানানো হয়েছে যে জমি অধিগ্রহণের টাকা দিয়ে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও রাজ্য জমি বিএসএফ-কে হস্তান্তর করছে না।

টিভি 9 বাংলা 27 Jan 2026 5:28 pm

বাস্তুচ্যুত! ওড়িশার তট থেকে আমতায় ভেসে এল বিরলতম অলিভ রিডলে কচ্ছপ, তারপর…

আমতার ভাটোরা ও কাশমলি থেকে দুটি বিশালাকার সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছেন পরিবেশকর্মী সৌরভ মণ্ডল। বলা হচ্ছে, পথ ভুলে তারা চলে এসেছিল বাংলার নদীতে।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 5:27 pm

গঙ্গার তীরে ইতিহাসের পাঠ, নোপানি হাই স্কুলের উদ্যোগে অভিনব ‘হেরিটেজ ওয়াক’

নোপানি হাই স্কুলের উদ্যোগে ‘গোয়িং উইথ গঙ্গা’ হেরিটেজ ওয়াক। গঙ্গার প্রবাহকে সাক্ষী রেখে শহরের শিকড় খোঁজার এই অভিযানে শামিল হয়েছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণির কয়েকশো পড়ুয়া।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 5:26 pm

Anandapur Fire: ‘রাক্ষুসে আগুনে মাঝেই সিঁড়ি থেকে পড়ে গেলাম…’, গোডাউনের ভিতর ঠিক কী ঘটেছিল? অভিশপ্ত রাতের জীবিত সাক্ষী বিষ্ণুপদর কথায় গায়ের লোম খাড়া হয়ে যাবে

Anandapur Fire: এখনও পর্যন্তগোডাউনেরভিতর থেকে উদ্ধার হয়েছে তিনটে পোড়া কঙ্কাল-সহ ৮ টা ঝলসে যাওয়া দগ্ধ দেহাংশ! আনন্দপুরের সেই গোডাউনের বাইরে স্বজনহারাদের কান্না, উৎকন্ঠা, ঝলসে যাওয়ার ছাইয়ের মাঝে নিখোঁজদের খোঁজার আপ্রাণ প্রয়াস চলছে!

টিভি 9 বাংলা 27 Jan 2026 5:26 pm

India vs Zimbabwe: মানবিক সিদ্ধান্ত ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের, শুনলে চোখ ভিজবে আপনারও

India vs Zimbabwe: আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ (ICC U19 World Cup 2026) আপাতত মধ্য গগনে। শুরু হয়ে গিয়েছে সুপার সিক্সের লড়াই। এই পর্বের ষষ্ঠ ম্য়াচে টিম ইন্ডিয়া (India U19 Cricket Team) খেলতে নেমেছে আয়োজক দেশ জিম্বাবোয়ের বিরুদ্ধে। প্রসঙ্গত, টস হেরে টিম ইন্ডিয়া এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমেছিল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত ৩৫২ রান করেছে। ১০৯ রানে অপরাজিত রইলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক বিহান মলহোত্রা (Vihaan Malhotra)। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা হাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছে। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে একটি মানবিক কারণ। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। আরও পড়ুন: IND U19 vs ZIM U19 LIVE Score: শানদার সেঞ্চুরি বিহান মলহোত্রার, রানের পাহাড়ে টিম ইন্ডিয়া কেন কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে এই ম্য়াচে টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা হাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছে। কিন্তু, কেন তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করল? আসলে, কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি আই এস বিন্দ্রা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁকে সম্মান জানাতেই টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটাররা এই মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আরও পড়ুন: Vaibhav Suryavanshi Record: জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এই ২ বড় রেকর্ড গড়তে পারেন বৈভব, দেখে নিন এখনই প্রসঙ্গত, এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত অসাধারণ পারফরম্য়ান্স করেছে। প্রথম ম্য়াচে আমেরিকা যুক্তরাষ্ট্রকে হারানোর পর টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধেও দুর্দান্ত জয়লাভ করেছে। লিগ পর্বের শেষ ম্য়াচে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল দুরমুশ করে নিউজিল্য়ান্ডকে। আশা করা হচ্ছে, জিম্বাবোয়ের বিরুদ্ধেও টিম ইন্ডিয়া এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে। আরও পড়ুন: প্রয়াত BCCI-র প্রাক্তন সভাপতি, শোকে ডুবল ভারতীয় ক্রিকেট! শ্রদ্ধাজ্ঞাপন জয় শাহের কেমন ব্যাট করল টিম ইন্ডিয়া? জিম্বাবোয়ের বিরুদ্ধে টস হেরে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নামে। শুরুটা তারা বেশ ভালোই করেছিল। ওপেনার অ্যারন জর্জ ২৩ রান করে ফিরে যান। অধিনায়ক আয়ুশ মহাত্রেও মাত্র ২১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে ১৪ বছর বয়সি বৈভব ৩০ বলে ৫২ রান করলেন। আরও পড়ুন: IND U19 vs BAN U19 Vaibhav Suryavanshi Catch: কঠিন সময়ে নজরকাড়া ক্যাচ, হারা ম্য়াচ জেতালেন বৈভব! দেখুন ভিডিও তবে শুধুমাত্র বৈভব একা নন, টিম ইন্ডিয়ার হয়ে হাফসেঞ্চুরি করেন অভিজ্ঞান কুণ্ডুও (৬২ বলে ৬১ রান)। এখানে বিহানের কথা আলাদা করে বলতেই হবে। বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে চমকে দিয়েছিলেন বিহান। আর এই ম্য়াচে ব্যাট হাতে। অপরাজিত ১০৯ রানের একটি বিধ্বংসী ইনিংস তাঁর ব্য়াট থেকে বেরিয়ে এসেছে। এবার এই উইকেটে ভারতীয় বোলাররা কেমন বল করে, সেটাই আপাতত দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস 27 Jan 2026 5:26 pm

‘কয়েক সেকেন্ডের মধ্যেই…,’আনন্দপুরের ‘জতুগৃহ’থেকে বেঁচে ফেরার রোমহর্ষক অভিজ্ঞতা শোনালেন বিষ্ণুপদ

বিভীষিকার রাতের কথা মনে পড়লেই শিউরে উঠছেন বিষ্ণুপদ। চাইলেও ভুলতে পারছেন না সেই অভিশপ্ত রাতের স্মৃতি!

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 5:23 pm

‘লজ্জা’, ১০৪ বছরের ইব্রাহিমকে শুনানিতে বিডিও অফিসে ডাক কমিশনের

পূর্ব বর্ধমানের জামালপুর ১ ব্লকের বাসিন্দা শেখ ইব্রাহিম। তিনি বত্রিশ বিঘার মধ্যপাড়ার বাসিন্দা। তাঁর ভোটার কার্ডের তথ্য অনুযায়ী, ইব্রাহিমের বয়স ১০৪।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 5:15 pm

Mamata Banerjee |বুধে সিঙ্গুরে মমতার মেগা শো, ১৬ লক্ষ মানুষের মাথার ওপর ছাদ নিশ্চিত করতে বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সিঙ্গুরের জমি থেকে আরও একবার রাজ্য রাজনীতির সুর বাঁধতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরে (Singur Rally) মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাকে কেন্দ্র করে হুগলি জেলাজুড়ে এক অভিনব এবং বিশাল আয়োজনের পথে হাঁটছে রাজ্য প্রশাসন ও শাসকদল। ওইদিন সিঙ্গুরের মূল মঞ্চ থেকে রাজ্যজুড়ে মোট ১৬ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার […] The post Mamata Banerjee | বুধে সিঙ্গুরে মমতার মেগা শো, ১৬ লক্ষ মানুষের মাথার ওপর ছাদ নিশ্চিত করতে বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 5:10 pm

Padma Shri Award: ককবরক সাহিত্যে ‘পদ্ম’ সম্মান, লিপি বিতর্কে বাংলা হরফের পক্ষেই সওয়াল নরেশ চন্দ্র দেববর্মার

থাঙ্গা ডারলং, বেনীচন্দ্র জমাতিয়া, সত্যরাম রিয়াং, স্মৃতিরেখা চাকমা, চিত্ত মহারাজ, অধ্যাপক অরুণোদয় সাহা, বিক্রম বাহাদুর জমাতিয়া, প্রয়াত নরেন্দ্র চন্দ্র দেববর্মা, প্রয়াত ড. রথীন দত্ত সহ রাজ্যের ১২জন প্রখ্যাত শিল্পী, সাহিত্যিক, সমাজকর্মীদের পর এবার ত্রিপুরা থেকে অন্যতম রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পাচ্ছেন রাজ্যের উপজাতি জনগোষ্ঠীর অন্যতম ভাষা ককবরক এর সাহিত্যিক, প্রাবন্ধিক, বৈয়াকরণ ও ভাষাবিদ নরেশ চন্দ্র দেববর্মা। রাজধানী শহর আগরতলায় জন্মগ্রহণ করলেও তাঁর জীবনের অধিকাংশ সময় কেটেছে ২৭ কিমি দূরে সিপাহিজলা জেলার চড়িলাম এলাকার লেম্বুথল গ্রামে। সেখানে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর বিশালগড় উচ্চ বিদ্যালয়ে পাঠগ্রহণ এবং উচ্চশিক্ষার জন্যে আগরতলায় প্রত্যাবর্তন; এখানে রাজ্য সরকার পরিচালিত মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে শুরু করেন তিনি। পাঁচজনের পরিবারে দারিদ্র্যের প্রকোপ নিতান্ত কম ছিল না। আঠেরো বছর বয়সেই পড়াশোনার পাট চুকিয়ে পরিবারের জন্যে উপার্জনের তাগিদে কৃষি ফটোর জুনিয়র কম্পিউটার এসিস্ট্যান্ট পদে যোগ দেন তিনি। পরে অবশ্য ১৯৭৩ সালে রাজ্য বিধানসভায় ইউডি এসিস্ট্যান্ট পদে যোগ দিয়ে ২০০২ সালে অবসরে যাওয়া অব্দি সেখানেই সম্পূর্ণ কর্মজীবন কাটিয়েছেন নরেশ চন্দ্র দেববর্মা। নিজে ককবরক ভাষাভাষী হওয়ায় এবং নিজস্ব ভাষা, সংস্কৃতির প্রতি গভীর আত্মিক টান থেকেই নরেশ চন্দ্র রাজ্যের এই ভাষাটি নিয়ে লেখালেখি শুরু করেন সেই ১৯৭২-৭৩ থেকে।তখনও ত্রিপুরায় ককবরক ভাষা নিয়ে সরকারি স্বীকৃতি আসেনি, ককবরক সাহিত্য প্রায় নেই বললেই চলে। রাজ্য সরকারের ট্রাইব্যাল রিসার্চ ইনস্টিটিউট কিছু কাজ করছিল ঠিকই, কিন্তু রাজ্যের প্রায় ১৯টি উপজাতি সম্প্রদায়ের নির্দিষ্ট ভাষা, সঙ্গীত, উপাসনা, সংস্কৃতি ইত্যাদি নিয়ে উল্লেখ্য তথ্য স্বল্পতা নিয়ে চিন্তিত নরেশ চন্দ্র দেববর্মা নিজেই এই কাজের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেন। আরও পড়ুন- রাজীবের পর এবার কে? পরবর্তী ডিজি নিয়োগে নয়া জট, ক্যাটের নির্দেশ চ্যালেঞ্জ করে আদালতে UPSC পাঁচ দশকের বেশি সময়কাল ধরে ককবরক ভাষা, সংস্কৃতি, ব্যাকরণ, ব্যবহারবিধি ইত্যাদি নিয়ে প্রায় ৩৪ টি বই লিখেছেন তিনি; সঙ্গে রচনা করেছেন অসংখ্য প্রবন্ধ, সাহিত্য ইত্যাদি।ককবরক ভাষা নিয়ে তাঁর লেখা আটটি বই রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক এবং রেফারেন্স গ্রন্থ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। ভাষার বিকাশ, প্রচার এবং প্রসারের জন্যে বাংলা, ককবরক ও ইংরেজি - তিন ভাষাতেই এতো বছর ধরে লেখালেখি করেছেন তিনি। ককবরক ভাষা বিকাশে তাঁর অসামান্য অবদানের জন্যে ইতিমধ্যেই রাজ্য সরকার দ্বারা ২০২৪ সালে ত্রিপুরা ভূষণ শিরোপায় সম্মানিত হয়েছিলেন তিনি।এবার পদ্মশ্রী খেতাবের জন্যে মনোনীত হওয়ায় তিনি ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। তবে একইসঙ্গে এও বলেছেন, পুরস্কৃত হওয়া ছাড়াও ককবরক ভাষার উন্নয়নে জন্যে আজীবন কাজ করতে তিনি বদ্ধপরিকর। আরও পড়ুন- Anandapur Fire News: আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৮! ৩২ ঘণ্টা পর ঘটনাস্থলে দমকলমন্ত্রী, বিজেপির বিক্ষোভে উত্তাল এলাকা ককবরক ভাষা সাহিত্যের ক্রমবিকাশ, প্রসঙ্গ ককবরক মান্য ভাষা, ককবরক ভাষা পরিকল্পনা, ককবরক লিখনপদ্ধতি ও ব্যাকরণ ইত্যাদি বিভিন্ন ককবরক ভাষা নিয়ে তাঁর প্রথম প্রবন্ধ সংকলন প্রকাশিত হয় ২০০৩ সালে; নাম 'জরানি মাখাঙ্' অথবা সময়ের চেহারা।হাচুকনি খরাং নামে স্থানীয় একটি প্রকাশনা সংস্থা জরানি মাখাঙ্ প্রবন্ধ সংগ্রহটিতে রাজ্যের উপজাতি সংস্কৃতি, ভাষা ইত্যাদি নিয়ে গবেষণামূলক লেখায় তাঁর উল্লেখযোগ্য ভূমিকা সূত্রপাত করে। আরও অনেক ককবরক গ্রন্থ প্রকাশনার পর ২০১০ সালে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত হয় তাঁর লেখা 'ককবরক ভাষার ক্রমবিকাশ '। কালক্রমে ইন্ট্রোডাকশন টু দ্য ককবরক ল্যাঙ্গুয়েজ এন্ড ট্রান্সলেশন ' নামে ইংরেজি ভাষায় লেখা তাঁর ককবরক ভাষার বই এবং রাজ্যের উপজাতি সম্প্রদায়ের মধ্যে প্রচলিত জুম চাষের ওপর লেখা বইও প্রকাশিত হয়েছে। তিনটি ভাষায় লিখতে সমান পারদর্শী নরেশ চন্দ্র দেববর্মা কি অবশ্য বলেছেন, তাঁর পদ্মশ্রী পুরস্কার যদিও উৎসাহব্যঞ্জক, তবে তরুণতর প্রজন্মের হাতে ককবরক ভাষা উন্নয়নের ব্যাটন তুলে দিতেই বেশি উৎসাহী নরেশচন্দ্র দেববর্মা। আরও পড়ুন- Akhilesh Yadav: “ইডি পারেনি, বিজেপিও পারবে না! বাংলায় ফের দিদিই ফিরছেন”, ভবিষ্যদ্বাণী অখিলেশের তিনি বলেন, ককবরক এখন মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত গেছে। এটি খুব ভালো কথা। এটি রাজ্যের অন্যতম সরকারি ভাষা। বাংলা এবং ককবরক ভাষা সম্মানের দিক থেকে এক হলেও সাহিত্য সম্ভারের দিক থেকে ককবরক অনেক পিছিয়ে রয়েছে। যদি সত্যিকার অর্থে এই ভাষার উন্নয়ন করতে হয়, তাহলে অনেক কিছু করার রয়েছে। যারা এই ভাষার জন্যে বিভিন্ন স্তরে আন্দোলন করছেন, কাজ করছেন, তাঁদের সবার উদ্দেশ্যে বলব, ভাষার উন্নয়নই আসল উদ্দেশ্য। এর জন্যে যত সম্ভব ককবরক ভাষার উপর প্রকাশনা করা, গবেষণা করা উচিত বলে মনে করি। অনেক কিছুই লেখালেখি হচ্ছে, কিন্তু যদি ক্ষেত্রবিশেষে দেখি, তাহলে মূলত গল্প, কবিতা ইত্যাদি লেখা হচ্ছে। এবছরই প্রায় ১৬-১৭ টি বই প্রকাশিত হয়েছে। এগুলো অবশ্যই দরকার। কিন্তু শুধুমাত্র কবিতা, গল্প দিয়ে তো সবকিছু সম্ভব নয়। যত বেশি সম্ভব গবেষণা, শব্দকোষ ইত্যাদি নিয়ে কাজ করা উচিত,। রাজ্যে গত বেশ কয়েক বছর ধরে ককবরক ভাষার জন্য বাংলা না রোমান না দেবনাগুড়ি লিপি ব্যবহৃত হবে এ নিয়ে শাসক দল বিজেপি এবং শাসক জোট শরিক তিপ্রা মথা দলের মধ্যে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটে গেছে। একদিকে যখন তিপ্রা মথা দল ককবরক ভাষার লিপিকে নিজেদের পছন্দের বিষয় বলে ' বহিরাগতদের ' এবিষয়ে থেকে দূরে থাকতে উপদেশ দিয়েছেন তেমনি বিজেপি দলের বেশ কিছু শীর্ষ রাজ্য নেতা বারবার রোমান লিপির দাবিকে বিদেশী চক্রান্ত বলে চিহ্নিত করার চেষ্টা করেছেন। এবিষয়ে প্রশ্ন করা হলে, ককবরক ভাষাবিদ নরেশ চন্দ্র দেববর্মা বলেন, আমি এবিষয়ে খুব বেশি বক্তব্য রাখতে চাই না। লিপি বিতর্ক আগেও ছিল। বাংলা ও রোমান লিপি নিয়ে দুটি পক্ষের মধ্যে মতপার্থক্য আগেও ছিল কিন্তু এত আগ্রাসী পার্থক্য ছিলনা। গত দুতিন বছরে রোমান লিপির দাবি জোরদার হয়েছে। আমি তো ব্যক্তিগত গোড়া থেকেই বাংলা লিপি ব্যবহার করে আসছি। আমার মনে হয় রোমান লিপির দাবিটি অনেকটাই আবেগনির্ভর, খুব বেশি যুক্তিসঙ্গত বলে আমি মনে করিনা। লিপি কজ বিশেষ ব্যাপার নয়। লিপি একটি প্রতীকমাত্র, একটি চিহ্ন মাত্র; যেকোন ভাষাকে প্রকাশ করার জন্যে যেকোন লিপি ব্যবহার করা যায়। কিন্তু তাকে ওই ভাষার মতো করে তৈরি করেন নিতে হয়। ককবরক ভাষার জন্যে বাংলা লিপি ব্যবহার করে নেওয়া যায়, কিন্তু ককবরক ভাষার উচ্চারণ প্রকাশ করার জন্যে বাংলা লিপিকে প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিয়ে হবে। উচ্চারণ তো আমার (ককবরক ভাষাভাষী) অনুযায়ী হবে, সেই লিপির বাংলা ভাষায় কি উচ্চারণ রয়েছে, সেটি আমার দেখার বিষয় নয়। যেমন ককবরক ভাষায় চারটি স-জাত উচ্চারণ রয়েছে কিন্তু আমি সেখানে একটিমাত্র স ব্যবহার করেছি, তেমনি দ - সম্পর্কিত উচ্চারণ বাংলা ভাষায় চারটি আছে কিন্তু আমি আমার মত করে ব্যবহার করেছেন এটিই ভাষাতত্ব। আরও পড়ুন- চিনের ঘুম হারাম! ইউরোপের সঙ্গে হাত মেলাল ভারত, নয়া চুক্তিতে এমন কী আছে যা বিশ্বকে তাক লাগাচ্ছে? যারা রোমান লিপি নিয়ে আন্দোলন করছে, তাদের প্রসঙ্গে তিনি বলেছেন, তাঁর নিজের লেখা আটটি গ্রন্থ মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্যপুস্তক অথবা রেফারেন্স বই হিসেবে রয়েছে। সেসবগুলি বাংলা লিপিতে লিখিত রয়েছে, পঠিত হচ্ছে ফি বছর কিন্তু লেখার সময় রোমান লিপির প্রয়োজন কি করে তৈরি হয়, এনিয়ে তিনি স্পষ্ট কিছু বলতে পারছেন না। তিনি বলেছেন, তাঁদের আন্দোলন নিয়ে আমার কিছু বলার নেই। এটি তাঁদের গনতান্ত্রিক অধিকার। ভবিষ্যত এবিষয়ে যা বলার, বলবে। তরুণ প্রজন্ম রোমান লিপি ব্যবহার করতে চায়। কিন্তু তারা অনেক ক্ষেত্রেই যা লিখছে, আমরা দেখি। অনেক ক্ষেত্রেই হযবরল হয়ে যায়। আমার নিজের লেখা আটটি গ্রন্থ মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় স্তরে রেফারেন্স বই হিসেবে রয়েছে। আমি তো সব বাংলা লিপিতেই লিখেছি। তাঁরা আবার রোমান লিপি ব্যবহার করে কি করতে চাইছে, আমি জানি না। তবে তাঁদের যেকোন লিপির দাবিতে আন্দোলন করার সম্পূর্ণ অধিকার রয়েছে। তাঁর অবদান এবং পদ্মশ্রী পুরস্কারের স্বীকৃতির খবর আসার পর মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা তাঁকে অভিবাদন জানিয়ে লিখেছেন, রাজ্যের সাহিত্য ক্ষেত্রে স্বনাম ধন্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় শ্রী নরেশ চন্দ্র দেববর্মাকে ভারত সরকার কর্তৃক 'পদ্মশ্রী' সম্মানের জন্য মনোনীত করায় আমি তাঁকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন। ককবরক ভাষা সাহিত্যে তাঁর অবদান অবিস্মরণীয়। ২০২৪ সালে রাজ্য সরকার ককবরক ভাষার সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে ত্রিপুরাভূষণ সম্মানে ভূষিত করে। জাতীয় স্তরে তাঁর এই সম্মাননা নিশ্চিতভাবেই আমাদের রাজ্যের গৌরবকে আরও উজ্জ্বল করেছে। তাঁর এই কৃতিত্ব বর্তমান ও আগামী প্রজন্মের কাছে এক বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে। রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তাঁকে অভিবাদন জানিয়ে সামাজিক মাধ্যম এক্স এ লিখেছেন, শিক্ষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্মশ্রীর জন্য মনোনীত হওয়ার জন্য নরেশ চন্দ্র দেববর্মাকে আন্তরিক অভিনন্দন। এই সম্মান সকল ত্রিপুরাবাসীর জন্য গর্বের ও আনন্দের মুহূর্ত।

ইন্ডিয়ান এক্সপ্রেস 27 Jan 2026 5:02 pm

Alipurduar rape case |প্রাণের ভয়ে চুপ ছিল মেয়ে! প্রতিবেশী যুবকের লালসায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী

আলিপুরদুয়ার: ফের নারীনিগ্রহের পৈশাচিক ঘটনা সামনে এল আলিপুরদুয়ারে (Alipurduar rape case)। প্রতিবেশী বিবাহিত যুবকের লাগাতার ধর্ষণের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ল ১৩ বছরের এক কিশোরী। পেটে সন্তান ও মুখে খুনের হুমকি নিয়ে দিনের পর দিন নরকযন্ত্রণার শিকার হয়েছে ওই নাবালিকা। অবশেষে কিশোরী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। সোমবার রাতে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার […] The post Alipurduar rape case | প্রাণের ভয়ে চুপ ছিল মেয়ে! প্রতিবেশী যুবকের লালসায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 4:55 pm

চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজ থেকে চিটকে গেলেন তারকা ব্যাটার, বিশ্বকাপে খেলবেন তো? চিন্তায় ভারত

টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মেরেকেটে দিন দশেক। এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারলেন না টিম ইন্ডিয়ার ভরসাযোগ্য ব্যাটার তিলক বর্মা।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 4:52 pm

Vastu Mopping Rules: বাস্তুশাস্ত্র মেনে ঘর না মুছলে আটকে যেতে পারে লক্ষ্মীর কৃপা, ঘর মোছার আগে জেনে নিন নিয়ম!

Vastu Mopping Rules: বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘর শুধুমাত্র চার দেওয়ালের একটি কাঠামো নয়, বরং এটি এক জীবন্ত শক্তিক্ষেত্র। ঘরের প্রতিটি কোণ, প্রতিটি কাজ এবং প্রতিদিনের অভ্যাস ঘরের শক্তির ওপর প্রভাব ফেলে। এর মধ্যে ঘর মোছা অন্যতম একটি কাজ, যা আমরা প্রায় সবাই নিয়মিত করি, কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে অনেক সময় অজান্তেই নেতিবাচক শক্তি বাড়িয়ে তুলি। বলা হয়, ঘর পরিষ্কার রাখলে শুধু ধুলো-ময়লাই দূর হয় না, বরং মানসিক অশান্তি, ক্লান্তি এবং অদৃশ্য নেতিবাচক শক্তিও কমে। বাস্তুশাস্ত্রে ঘর মোছাকে এক ধরনের শক্তি শুদ্ধিকরণ প্রক্রিয়া হিসেবে দেখা হয়। তবে কখন, কীভাবে এবং কোন দিক থেকে ঘর মোছা হচ্ছে, তার ওপর নির্ভর করে ফল শুভ বা অশুভ হতে পারে। আরও পড়ুন- নুন বা হলুদ নয়, স্নানের জলে এই জাদুকরি বস্তু মিশলেই কুনজর থেকে রাহু-কেতু সব থাকবে বশে বাস্তু মতে ঘর মোছার জন্য সকালকে সবচেয়ে শুভ সময় ধরা হয়। বিশেষ করে সূর্যোদয়ের পর বা ব্রাহ্ম মুহূর্তের কাছাকাছি সময়ে ঘর মুছলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। এই সময় পরিবেশ স্বাভাবিকভাবেই শান্ত ও পবিত্র থাকে, যা ঘরের শক্তিকে আরও স্থিতিশীল করে। অন্যদিকে সন্ধ্যা বা রাতের দিকে ঘর মোছা বাস্তুশাস্ত্রে অশুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, সন্ধ্যার সময় দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন, আর সেই সময় ঘর মুছলে সমৃদ্ধির শক্তি বাধাপ্রাপ্ত হতে পারে। আরও পড়ুন- শরীরের এই অংশে কালো তিল থাকলে মেলে কষ্ট, সফলতা আসে দেরিতে শুধু সময় নয়, মোছার জলেও বাস্তুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেকেই সাধারণ জলেই ঘর মোছেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী জলে কিছু নির্দিষ্ট উপাদান যোগ করলে তার প্রভাব বহুগুণ বেড়ে যায়। যেমন, সৈন্ধব লবণ বা সামান্য গঙ্গাজল জলে মেশালে তা ঘরের নেতিবাচক শক্তি শোষণ করতে সাহায্য করে। লবণকে শক্তিশালী শুদ্ধিকারক হিসেবে ধরা হয়, যা দীর্ঘদিন জমে থাকা অশুভ শক্তিকে দূর করে পরিবেশকে হালকা করে তোলে। আরও পড়ুন- নিজের ভুল দেখতে পায় না, আত্মগরিমায় নিমগ্ন থাকে! নিজেকে ভালবাসায় 'শিল্পী' এই ৫ রাশি ঘর মোছার দিকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুসারে, সব সময় উত্তর-পূর্ব দিক থেকে মোছা শুরু করা উচিত এবং ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হওয়া উচিত। এই পদ্ধতিতে মোছা হলে নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যায় এবং ইতিবাচক শক্তি স্থায়ী হতে সাহায্য করে। উল্টো দিক থেকে মোছা হলে শক্তির প্রবাহে ব্যাঘাত ঘটতে পারে বলেই বিশ্বাস করা হয়। আরও পড়ুন- একদিনে শেষ হবে না প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান, কতদিন চলবে জানুন! অনেক সময় মোছার জন্য আমরা খুব পুরোনো বা ছেঁড়া কাপড়, মপ ব্যবহার করি। কিন্তু বাস্তুশাস্ত্রে এটিকে অশুভ বলে মনে করা হয়। পুরোনো ও ক্ষতিগ্রস্ত মপ দারিদ্র্য, বাধা এবং নেতিবাচকতার প্রতীক হিসেবে ধরা হয়। তাই নিয়মিত ব্যবহৃত মোছার কাপড় পরিষ্কার ও ভালো অবস্থায় রাখা এবং সময়মতো পরিবর্তন করা উচিত বলেই বাস্তুশাস্ত্রে জানানো হয়েছে। নোংরা জল কোথায় ফেলবেন? ঘর মোছার পর যে নোংরা জল অবশিষ্ট থাকে, সেটি কোথায় ফেলা হচ্ছে তাও গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র মতে, এই জল কখনও ঘরের মূল দরজার কাছে বা রান্নাঘরের আশেপাশে ফেলা উচিত নয়। এতে ঘরের শুভ শক্তি নষ্ট হতে পারে। বরং বাথরুমের ড্রেন বা বাড়ির বাইরের নিকাশিতে সেই জল ফেলা উত্তম বলে মনে করা হয়। সব মিলিয়ে বলা যায়, ঘর মোছা একটি সাধারণ দৈনন্দিন কাজ হলেও এর সঙ্গে বাস্তুর নিয়ম জড়িয়ে রয়েছে। সামান্য সচেতনতা ও সঠিক পদ্ধতি অনুসরণ করলে ঘর মোছার কাজ ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধির পথ খুলে দিতে পারে। নিয়ম মেনে ঘর পরিষ্কার করলে শুধু পরিবেশই নয়, মনও হালকা হয়—আর সেটাই বাস্তুশাস্ত্রের মূল উদ্দেশ্য।

ইন্ডিয়ান এক্সপ্রেস 27 Jan 2026 4:51 pm

বছরের প্রথম সূর্যগ্রহণে ত্রাহি ত্রাহি দশা! কোন কোন রাশির কপালে চরম দুর্গতি?

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, ২০২৬ সালের এই প্রথম গ্রহণ বেশ কিছু রাশির জীবনে আমূল পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে চার রাশির জাতকদের জন্য এই সময়টি হতে পারে অত্যন্ত উদ্বেগজনক।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 4:50 pm

‘আমি তো আর সুপারস্টার নই’, কেরিয়ারের মধ্যগগনেই অবসরের ইঙ্গিত ‘অভিমানী’রাহুলের

নিজেকে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন না রাহুল। নিজের প্রতি সততা থাকলেই অবসর প্রসঙ্গে স্বচ্ছভাবে সিদ্ধান্ত নিতে পারবেন বলে মনে করছেন কর্নাটকি ব্যাটার।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 4:49 pm

জল-বিস্কুট খেয়েই দিন কাটত, একটানা ১৬ ঘণ্টা করতেন কাজ, চেনেন এই বলিউড অভিনেতাকে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কৈশোরের কঠিন দিনগুলির কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়লেন জাতীয় পুরস্কার অভিনেতা। জানালেন, মাত্র ১৬ বছর বয়সেই অভাবের তাড়নায় তাঁকে কাজে নামতে হয়েছিল। জানেন কে এই অভিনেতা? ইনি আর কেউ নন, বিক্রান্ত মাসে।

টিভি 9 বাংলা 27 Jan 2026 4:45 pm

UAE Stance on Iran Strike |ইরানে হামলার জন্য আকাশসীমা ব্যবহারে ‘না’, ট্রাম্পকে সাফ জানাল বন্ধুরাষ্ট্র আমিরশাহি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বাজতেই নিজেদের অবস্থান স্পষ্ট করল আমেরিকার অন্যতম ‘বন্ধু’ সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ আরব সাগরের দোরগোড়ায় পৌঁছানোর পরেই আমিরশাহি সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের ভূখণ্ড, জলসীমা বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। বন্ধুত্বে ফাটল নাকি কৌশল? কূটনৈতিক মহলে […] The post UAE Stance on Iran Strike | ইরানে হামলার জন্য আকাশসীমা ব্যবহারে ‘না’, ট্রাম্পকে সাফ জানাল বন্ধুরাষ্ট্র আমিরশাহি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 4:33 pm

‘আইনের অপব্যবহার কেউ করতে পারবে না’, UGC-র নয়া বিধি নিয়ে বিতর্কের মাঝেই মন্তব্য শিক্ষামন্ত্রীর

সমাজের সমস্ত শ্রেণির জন্য সমান, নিরাপদ এবং সম্মানজনক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এই নয়া বিধির লক্ষ্য।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 4:31 pm

আনন্দপুরে অগ্নিকাণ্ডের পরেই পলাতক কারখানার মালিক! অভিযোগ দায়ের করে গঙ্গাধরকে খুঁজছে পুলিশ

আনন্দপুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত মোমো কারখানা। ওই কারখানার পাশেই ছিল একটি ডেকরেটরস-এর কারখানা ও গোডাউন। সেটিও সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ওই কারখানায় থানা কোনও কর্মী প্রাণ হারিয়েছেন, কিনা এখনও স্পষ্ট নয়।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 4:31 pm

Telangana |তেলেঙ্গানায় পথকুকুর ‘গণহত্যা’: হানামকোন্ডায় মিলল আরও ২০০ দেহ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানায় পথকুকুর নিধনের নৃশংসতা যেন থামবার নাম নেই। এবার হানামকোন্ডা জেলায় আরও ২০০টি কুকুরের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যজুড়ে গত ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত মাত্র দুই মাসেই সরকারি ও বেসরকারি হিসাব অনুযায়ী নিহত কুকুরের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১,১০০। পশুপেমী থেকে শুরু করে সাধারণ নাগরিক—এই অমানবিক […] The post Telangana | তেলেঙ্গানায় পথকুকুর ‘গণহত্যা’: হানামকোন্ডায় মিলল আরও ২০০ দেহ! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 4:30 pm

ইচ্ছাকৃত দুর্ঘটনা নিজের গাড়িতে! খেলার মাঠের বচসায় বন্ধুকে ‘খুন’বেঙ্গালুরুতে, প্রকাশ্যে ভিডিও

দুর্ঘটনার সময় গাড়ির একটি দরজা ধরে ঝুলছিলেন মৃত প্রশান্ত।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 4:21 pm

Badshah: ১২ কোটির গাড়ি কেনার ভালোলাগা ১৫ মিনিট! বাদশার কথায় চমক

‘সেই উত্তেজনা স্থায়ী হয়েছিল মাত্র ১৫ মিনিট।’ ১২ কোটি টাকার বেশি দামের রোলস-রয়েস কুলিনান কেনার পর এমন স্বীকারোক্তি খুব কম সেলেব্রিটিই করেছেন। বাদশা (Badshah) গত বছর প্রথম ভারতীয় বংশোদ্ভূত সংগীতশিল্পী হিসেবে রোলস-রয়েস কুলিনান সিরিজ II-এর মালিক হয়ে শোরগোল ফেলে দেন। মুম্বইতে যার অন-রোড মূল্য শুরু প্রায় ১২.৪৫ কোটি টাকা থেকে, সেই গাড়ি কিনে তিনি মুকেশ আম্বানি, শাহরুখ খান, অজয় দেবগনদের মতো অভিজাত তালিকায় নিজের নাম তুলে ফেলেন। বাইরে থেকে দেখলে বিষয়টি সাফল্যের চূড়ান্ত উদযাপন মনে হলেও, ভিতরের গল্পটা যে একেবারেই আলাদা, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি জানালেন র‍্যাপার নিজেই। ‘কার্লি টেলস’-কে দেওয়া সাক্ষাৎকারে বাদশা বলেন, এই গাড়ি কেনার সিদ্ধান্তটা ছিল পুরোপুরি হঠকারী। তাঁর কথায়, গাড়িটা কেনার ভালোলাগার উত্তেজনা ছিল মাত্র ১০–১৫ মিনিট। তারপরই মাথায় প্রশ্ন আসে এরপর কী?” বাদশা আরও জানান, তিনি সবসময় প্রযুক্তিগতভাবে সেরা জিনিসের প্রতি আকৃষ্ট। “লোকেরা যখন বলে এটা পৃথিবীর সেরা গাড়িগুলোর একটা, তখন স্বাভাবিকভাবেই আমার ইচ্ছে করে সেটার মালিক হতে,” বলেন তিনি। তাঁর কাছে বিষয়টা শুধুই স্ট্যাটাস নয়, বরং ‘বেস্ট অব দ্য বেস্ট’ নিজের করে নেওয়ার এক ধরনের তাড়না। কিন্তু সেই তাড়নার পরের শূন্যতাটাও যে তিনি টের পান, সেটাই এই স্বীকারোক্তিকে আলাদা করে তোলে। আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে কোন সিনেমা বক্স অফিস কাঁপাল ‘বর্ডার ২’ নাকি ‘ধুরন্ধর’? গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে নিজের নতুন কুলিনানের একটি ভিডিও শেয়ার করেছিলেন বাদশা। সেখানে দেখা যায়, গাড়িতে বসানো কাস্টম নেম ট্যাগ দেখাচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, “জেন ওয়ালে লড়কে।” তখন সেই ভিডিও ভাইরাল হয়ে যায়, অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। কিন্তু এখন তিনি নিজেই বলছেন, সেই ভালো লাগা বেশিক্ষণ ছিল না। আরও পড়ুন: ক্রাচে হেঁটেও মুখে হাসি! শরীরের অন-অফ সুইচয়ের গল্প শোনালেন হৃতিক রোশন বাদশার গ্যারেজে রয়েছে আরও একাধিক বিলাসবহুল গাড়ি—রোলস-রয়েস রেথ, ল্যাম্বরগিনি উরুস, পোর্শে কেম্যান, অডি Q8, জিপ র‍্যাংলার রুবিকন, বিএমডব্লিউ ৬৪০ডি, মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস, জিএলএস ৩৫০ডি। সম্প্রতি বাদশার এই বক্তব্য যেন একটা বড় প্রশ্ন ছুঁড়ে দেয়। সাফল্য, বিলাসবহুল জীবন আর দামি সম্পদের মধ্যেই কি সত্যিকারের তৃপ্তি লুকিয়ে? আরও পড়ুন: ‘কিসি কো নফরত হ্যায় মুঝসে, অউর কোই প্যায়ার কর বৈঠা হ্যায়’, ঋতিকার সোশ্যাল মিডিয়া পোষ্ট ঘিরে জল্পনা শুরু

ইন্ডিয়ান এক্সপ্রেস 27 Jan 2026 4:20 pm

চুলে ডিম মাখার পর উৎকট গন্ধ ছাড়ছে? শ্যাম্পুর সঙ্গে মেশান এই ৫টি ঘরোয়া জিনিস

তাই চুলের প্রোটিনের অভাব মেটাতে ডিমের মাস্ক অত্যন্ত কার্যকর। কিন্তু চুল সিল্কি হলেও ডিমের গন্ধ অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সাধারণ শ্যাম্পু দিয়ে ধোয়ার পরেও এই গন্ধ থেকে যায়। তবে কয়েকটি সহজ টোটকা জানলে এই মুশকিল আসান হতে পারে নিমেষেই।

টিভি 9 বাংলা 27 Jan 2026 4:17 pm

‘প্রবাসী ভারতীয়’আন্তনিও কোস্টা! ইউরোপীয় নেতাকে ‘পর্তুগালের গান্ধী’বললেন মোদি

গোয়ার সঙ্গে নিজের যোগসূত্র তুলে ধরে আন্তনিও বলেন, 'এখানেই আমার শিকড়। এবং আমি এর জন্য গর্বিত। ভারত আমার পিতৃভূমি। ফলে ইউরোপ ও ভারতের এই যোগসূত্র আমার কাছে অনেকখানি ব্যক্তিগত।'

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 4:16 pm

Islampur |চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যু! রণক্ষেত্র রামগঞ্জে, চলল ব্যাপক ভাঙচুর

ইসলামপুর: চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল ইসলামপুরের রামগঞ্জে (Ramganj)। ব্যাপক ভাঙচুর চালানো হল একটি বেসরকারি নার্সিংহোমে। মঙ্গলবার ঘটনাটি ঘটে ইসলামপুর থানার (Islampur Police Station) রামগঞ্জ এলাকায়। মৃত প্রসূতির নাম পিংকি খাতুন (২২)। বাড়ি সুজালি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রসব যন্ত্রণা ওঠায় তাঁকে রামগঞ্জের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। […] The post Islampur | চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যু! রণক্ষেত্র রামগঞ্জে, চলল ব্যাপক ভাঙচুর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 4:13 pm

ব্যবসা বাড়াতে তুচ্ছ শ্রমিক নিরাপত্তা! আনন্দপুর ‘মৃত্যুপুরী’তে কাঠগড়ায় ‘ওয়াও মোমো’কর্তৃপক্ষ

দমকলের অনুমতি ছাড়াই আনন্দপুরের নাজিরাবাদে দিনের পর দিন ধরে মোমো তৈরির কারখানা চলছিল। দাহ্য পদার্থ থাকায় আগুনের গ্রাসে চলে কারখানাটি।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 4:09 pm

‘আসল লড়াই কিন্তু ৭ ফেব্রুয়ারি থেকে’, দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় দলকে সতর্ক করছেন গাভাসকর

শুধু ব্যাটিং নয়, ভারতীয় বোলিংও একইরকম শক্তিশালী। জশপ্রীত বুমরা রয়েছেন। স্পিন অ্যাটাকে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা রয়েছেন।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 4:04 pm

Drinking Water |সকালে উঠেই জল খাচ্ছেন তো? নিজের অজান্তেই শরীরের কী উপকার করছেন জানেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘুম থেকে উঠে এক গ্লাস জল খাওয়ার অভ্যাস অনেকেরই আছে, আবার অনেকে আলস্যবশত তা এড়িয়ে যান। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকতে এবং সারাদিন নিজেকে সতেজ রাখতে সকালে জল খাওয়ার কোনও বিকল্প নেই (Drinking Water)। পুষ্টিবিদদের মতে, দীর্ঘ ৭-৮ ঘণ্টা ঘুমের পর শরীর স্বাভাবিকভাবেই জলশূন্য বা ডিহাইড্রেটেড হয়ে পড়ে। তাই সকালে চোখ […] The post Drinking Water | সকালে উঠেই জল খাচ্ছেন তো? নিজের অজান্তেই শরীরের কী উপকার করছেন জানেন? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 3:54 pm

‘অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে,’ভোটমুখী বাংলায় শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার নবান্ন থেকেই ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবরূপে নির্মিত সিরিটি মহাশ্মশান-এর ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 3:50 pm

আকাশছোঁয়া সোনার দামে সিঁদুরে মেঘ দেখছে দেশ, এবার কি ২ লাখের দিকে হলুদ ধাতু?

আন্তর্জাতিক বাজারের উত্তাপ আর ঘরোয়া চাহিদার চাপে প্রতিদিনই রেকর্ড ভাঙার খেলায় মেতেছে হলুদ ধাতু। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে প্রশ্ন উঠছে— তবে কি চলতি বছরেই ১০ গ্রাম সোনার দাম ২ লাখ টাকায় গিয়ে ঠেকবে?

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 3:49 pm

চিনের কাছে হাত পেতে হাজার শয্যার হাসপাতাল বানাবে বাংলাদেশ! কলকাতা-নির্ভরতা কমাতে মরিয়া ঢাকা?

মোট খরচের ৯৩ শতাংশ খরচই দেবে 'বন্ধু' বেজিং? এর আগেই চিনের কুনমিং শহরের কয়েকটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য ব্যবস্থাও করে দিয়েছে জিনপিং প্রশাসন।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 3:47 pm

Anandapur Fire: ‘এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে…’, উঠোন জুড়ে কান্নার রোল, ওরা কি আদৌ বেঁছে আছে?

পরিবারের হাল ধরতেই কেউ স্ত্রীকে, কেউ বাবা-মাকে, কেউ ছোট সন্তানকে বাড়িতে রেখে রোজগারের জন্য কাজে গিয়েছিলেন। আজ সেই পরিবারের উঠোনে শুধু অপেক্ষা আর বুকফাটা কান্না। ঘটনার খবর পৌঁছনোর পর থেকেই মালিগেড়িয়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

টিভি 9 বাংলা 27 Jan 2026 3:45 pm

কথায় কথায় মিষ্টি খাচ্ছেন? অজান্তেই বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছেন না তো নিজেকে!

এর পেছনে রয়েছে আমাদের জীবনযাত্রার ধরন। অনিয়মিত খাওয়াদাওয়া, দীর্ঘক্ষণ খালি পেটে থাকা কিংবা অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাসে শরীরে শর্করার ভারসাম্য বিগড়ে যায়। এছাড়া মানসিক চাপ (Stress), অপর্যাপ্ত ঘুম এবং দীর্ঘদিনের ক্লান্তিও এই প্রবণতা বাড়িয়ে দেয়।

টিভি 9 বাংলা 27 Jan 2026 3:45 pm

Anandapur Fire: গলে গিয়েছে চামড়া, দগ্ধ ভূমে পায়ে ঠেকছে হাড়ের টুকরো, পোড়া দেহাংশ হাতড়ে বেড়াচ্ছেন পরিজনরা

Anandapur Fire: আনন্দপুরের সেই গোডাউনের বাইরে স্বজনহারাদের কান্না, উৎকন্ঠা, ঝলসে যাওয়ার ছাইয়ের মাঝে নিখোঁজদের খোঁজার আপ্রাণ প্রয়াস চলছে! ভিতরে এখনও অন্ততপক্ষে ২৫ জন আটকে থাকার সম্ভাবনা রয়েছে। নিখোঁজের সংখ্যা ক্রমেই বাড়ছে। আবার ধ্বংসস্তূপের ভিতর থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া।

টিভি 9 বাংলা 27 Jan 2026 3:41 pm

Akhilesh Yadav: ‘বাংলাকে টার্গেট করতেই SIR’, মমতার প্রশংসায় পঞ্চমুখ অখিলেশ ধুয়ে দিলেন BJP-কে

West Bengal Politics: লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সলতে পাকানোর মধ্যেই আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপিকে সম্মুখ সমরে আহ্বান জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার নবান্নে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, গোটা দেশে যদি কেউ সাহস করে বিজেপির বিরুদ্ধে লড়াই করে থাকেন, তবে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অখিলেশ যাদব মূলত ভোটার তালিকা সংশোধন এবং ‘এসআইআর’ (SIR) প্রসঙ্গ তুলে ধরে নির্বাচন কমিশন ও বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “বাংলাকে টার্গেট করতেই এই ‘এসআইআর’ ব্যবস্থা আনা হয়েছে। স্বাধীন ভারতে এই প্রথম দেখা যাচ্ছে যে, নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে এসআইআর-এর নামে ঘুরিয়ে এনআরসি (NRC) কার্যকর করার চেষ্টা করছে।” তাঁর অভিযোগ, এর মূল লক্ষ্য হলো যত বেশি সম্ভব ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া। বহু মানুষকে জোর করে নাগরিকত্ব প্রমাণে বাধ্য করা হচ্ছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। আরও পড়ুন- Akhilesh Yadav: “ইডি পারেনি, বিজেপিও পারবে না! বাংলায় ফের দিদিই ফিরছেন”, ভবিষ্যদ্বাণী অখিলেশের বাংলার মানুষের সঙ্গে মমতার আত্মিক যোগ রয়েছে উল্লেখ করে অখিলেশ বলেন, “মমতা দিদিকে বিভিন্ন অজুহাতে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আমরা নিশ্চিত, বাংলার মানুষ তাঁদের নেত্রীর পাশেই আছেন এবং তাঁকেই পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। বিজেপি এখানে লড়াই করছে ঠিকই, কিন্তু তারা কেবল একটি ‘সম্মানজনক হারের’ জন্য লড়ছে। বাংলার মানুষ তাদের যোগ্য জবাব দেবে।” দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো নিয়ে বিজেপি খেলা করছে বলে অভিযোগ করেন সপা প্রধান। উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলার থেকেও বেশি সংখ্যক নাম উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আরও পড়ুন- West Bengal News Live: দিনক্ষণ চূড়ান্ত না হলেও তৈরি ব্লু-প্রিন্ট! ফের দিল্লির দরবারে মমতা, ভোটের আগে বড় কোনও ধামাকা? বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাংলার সংস্কৃতিকে হাতিয়ার করেন অখিলেশ। তিনি বলেন, “বাংলা কেবল একটি রাজনৈতিক একক নয়, এটি একটি সাংস্কৃতিক সত্তা। এখানকার মানুষ রবীন্দ্রসঙ্গীত শোনে, ঘৃণার গান নয়। যারা বিভাজন তৈরি করতে চায় তারা সফল হবে না, যারা মিষ্টতা ছড়ায় তারাই জিতবে।” মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ দিয়ে অখিলেশ বলেন, ইডি এবং সিবিআই এখন বিজেপির সংগঠনে পরিণত হয়েছে। মহারাষ্ট্র পুরোটাই কেন্দ্রীয় এজেন্সির জোরে দখল করা হয়েছে। তবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে সাহসের সঙ্গে ইডি-র বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন, তার জন্য ‘দিদি’কে কুর্নিশ জানান অখিলেশ। আরও পড়ুন- রাজীবের পর এবার কে? পরবর্তী ডিজি নিয়োগে নয়া জট, ক্যাটের নির্দেশ চ্যালেঞ্জ করে আদালতে UPSC রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে নবান্নে দাঁড়িয়ে অখিলেশ যাদবের এই বার্তা বিজেপি বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বকে জাতীয় স্তরে আরও বাড়িয়ে দিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস 27 Jan 2026 3:34 pm

Black Raisins |অন্ত্রের স্বাস্থ্য থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা, কালো কিশমিশেই মিলবে সব সমস্যার সমাধান!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনিয়মিত খাওয়াদাওয়া আর দৌড়ঝাঁপ ভরা জীবনে অ্যাসিডিটি বা পেটের সমস্যা এখন ঘরে ঘরে। মুঠো মুঠো অ্যান্টাসিড খেয়েও মেলে না স্থায়ী সমাধান। তবে জানলে অবাক হবেন, আপনার রান্নাঘরে থাকা এক মুঠো কালো কিশমিশই (Black Raisins) হতে পারে এই দীর্ঘদিনের সমস্যার প্রাকৃতিক সমাধান। রাতে এক গ্লাস জলে ৮-১০টি কালো কিশমিশ ভিজিয়ে রেখে সকালে […] The post Black Raisins | অন্ত্রের স্বাস্থ্য থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা, কালো কিশমিশেই মিলবে সব সমস্যার সমাধান! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 3:34 pm

Sanju Samson: মানসিক নাকি ব্যাটিং ত্রুটি? সঞ্জুর সমস্যা কোথায়, দেখালেন রামন

Indian Cricket Team: ২০২৪ সাল সঞ্জুকে আবার আলোচনায় এনেছিল। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি আন্তর্জাতিক ম্য়াচে সেঞ্চুরি করেছিলেন তিনি। যদিও সেই সময়েও একাধিক শূন্য রানের ইনিংস ছিল তাঁর। আবারও সেই ছকে তাঁকে ফিরিয়ে এলেছিলেন কোচ গৌতম গম্ভীর।

টিভি 9 বাংলা 27 Jan 2026 3:27 pm

Mamata Banerjee-Akhilesh Yadav |‘দিদির কাছে ইডি হেরেছে, এবার বিজেপি হারবে’, নবান্নে এসে হুংকার অখিলেশ যাদবের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) আগে ফের একবার সংহতির ছবি ধরা পড়ল নবান্নে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে একান্ত বৈঠকের পর সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) দাবি করলেন, দেশজুড়ে বিজেপিকে রুখতে পারেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রীই। এদিন মমতার পাশে দাঁড়িয়ে অখিলেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ‘এবারও […] The post Mamata Banerjee-Akhilesh Yadav | ‘দিদির কাছে ইডি হেরেছে, এবার বিজেপি হারবে’, নবান্নে এসে হুংকার অখিলেশ যাদবের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 3:23 pm

Sunita Williams |ফালুদার গ্লাসে চুমুক, মুখে সেই পরিচিত হাসি! কেরলে অন্য মেজাজে সুনীতা উইলিয়ামস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অন্তরীক্ষ যার হাতের মুঠোয়, সেই কিংবদন্তি মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবার ধরা দিলেন একেবারে সাধারণ মানুষের মেজাজে। সম্প্রতি কেরলের (Kerala) কোজিকোডে একটি জনপ্রিয় ফালুদার (Falooda) দোকানে আকস্মিক উপস্থিতি ঘটিয়ে সবাইকে চমকে দিলেন তিনি। নীল দিগন্তের সীমানা ছাড়িয়ে আসা এই ব্যক্তিত্বকে হাতের কাছে পেয়ে রীতিমতো আপ্লুত দোকানের কর্মী থেকে শুরু করে […] The post Sunita Williams | ফালুদার গ্লাসে চুমুক, মুখে সেই পরিচিত হাসি! কেরলে অন্য মেজাজে সুনীতা উইলিয়ামস appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 3:20 pm

India-EU Trade Deal |ট্রাম্পের ‘হুকুমশাহি’র কড়া জবাব? ভারত-ইইউ ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে ওয়াশিংটনে অস্বস্তি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এবং শুল্ক-যুদ্ধের হুমকির মাঝেই বিশ্ব রাজনীতিতে ঘটে গেল এক নাটকীয় পালাবদল। তথাকথিত ‘ড্যাডি’ ট্রাম্পের রক্তচক্ষুকে উপেক্ষা করে মঙ্গলবার ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (EU) ঘোষণা করল ‘মাদার অফ অল ট্রেড ডিল’ বা সর্বকালের সেরা বাণিজ্য চুক্তি (India-EU Trade Deal)। বিশ্লেষকদের মতে, এই চুক্তি […] The post India-EU Trade Deal | ট্রাম্পের ‘হুকুমশাহি’র কড়া জবাব? ভারত-ইইউ ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে ওয়াশিংটনে অস্বস্তি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 3:19 pm

ঝোঁকের বশে সাড়ে ১২ কোটি খরচ! ‘১৫ মিনিটেই উত্তেজনা শেষ’, কেন হাত কামড়াচ্ছেন বাদশা?

নিজের হঠকারী সিদ্ধান্তের জেরেই কপাল চাপড়াচ্ছেন ব়্যাপার বাদশা!

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 3:17 pm

Mamata-Akhilesh: ‘SIR আনাই হয়েছে পশ্চিমবঙ্গের জন্য…’, মমতার পাশে দাঁড়িয়ে সওয়াল অখিলেশের

Akhilesh at Nabanna: পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। এর আগে বিহারে এসআইআর সম্পন্ন হয়েছে। এই বিশেষ নিবিড় পরিমার্জন চলছে উত্তর প্রদেশেও। কিন্তু উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মনে করছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই এসআইআর প্রক্রিয়া আনা হয়েছে।

টিভি 9 বাংলা 27 Jan 2026 3:17 pm

Heart Health Tips: হৃদপিণ্ড শক্তিশালী ও সুস্থ রাখতে চান, এই অভ্যাস আজ থেকেই এড়িয়ে চলুন, পরামর্শ চিকিৎসকের

Heart Health Tips: হৃদপিণ্ড আমাদের শরীরের এমন একটি অঙ্গ, যা দিনরাত এক মুহূর্তও বিশ্রাম না নিয়ে কাজ করে চলে। তবুও দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই এই গুরুত্বপূর্ণ অঙ্গটির যত্ন নিতে ভুলে যাই। আধুনিক জীবনযাত্রার ব্যস্ততা, দীর্ঘ সময় বসে কাজ করা, শরীরচর্চার অভাব এবং অনিয়মিত অভ্যাস ধীরে ধীরে হৃদপিণ্ডকে দুর্বল করে তোলে। অনেক সময় লক্ষণ বোঝার আগেই হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞ চিকিৎসক যা জানিয়েছেন ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন কার্ডিয়াক সার্জন ডা. জেরেমি লন্ডনের মতে, শক্তিশালী ও সুস্থ হৃদপিণ্ড বজায় রাখতে চাইলে সবার আগে যে একটি বিষয় সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত, তা হল বসে থাকা জীবনধারা। দিনের পর দিন শারীরিক কার্যকলাপ ছাড়া শুধু চেয়ারে বসে কাজ করা বা দীর্ঘ সময় শুয়ে থাকা হৃদযন্ত্রের কার্যকারিতার ওপর মারাত্মক প্রভাব ফেলে। আরও পড়ুন- হলুদ বা সোনালি সাবান ব্যবহারের ট্রেন্ড, ত্বকের জন্য এটা আশীর্বাদ না ক্ষতিকারক? ডাক্তার স্পষ্টভাবে জানিয়েছেন, হৃদপিণ্ড আসলে একটি পেশী। শরীরের অন্য যে কোনও পেশীর মতোই এটি নিয়মিত ব্যবহার না করলে ধীরে তার শক্তি হারাতে শুরু করে। দীর্ঘ সময় নড়াচড়া না করলে হৃদপিণ্ডের রক্ত পাম্প করার ক্ষমতা কমে যায়, ফলে শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়। গবেষণায় দেখা গেছে, অল্প সময়ের জন্য সম্পূর্ণ বিশ্রাম বা বিছানায় পড়ে থাকলেও হৃদযন্ত্রের কর্মক্ষমতা কমে যেতে পারে। আরও পড়ুন- মাত্র ১ লক্ষ টাকায় ঘুরে নিন এই ৬ দেশ নিয়মিত ব্যায়াম কেন হৃদপিণ্ডের জন্য এত গুরুত্বপূর্ণ, সে বিষয়েও ডা. লন্ডন বিশেষভাবে জোর দিয়েছেন। যখন আমরা হাঁটি, দৌড়াই বা কোনও শারীরিক পরিশ্রম করি, তখন হৃদপিণ্ড একটু বেশি পরিশ্রম করে রক্ত সঞ্চালন করে। এই অতিরিক্ত কাজই হৃদপিণ্ডকে আরও শক্তিশালী ও দক্ষ করে তোলে। ফলস্বরূপ হৃদযন্ত্র কম স্পন্দনে বেশি রক্ত পাম্প করতে পারে, যা সুস্থ হৃদয়ের একটি বড় লক্ষণ। আরও পড়ুন- দেশপ্রেমের আবহে ভিড় এড়িয়ে ঘুরে আসুন এই ৬ অফবিট জায়গায়, সত্যিই রিফ্রেশ হবেন শক্তিশালী হৃদপিণ্ডের মানুষদের শুধু হৃদরোগের ঝুঁকিই কম থাকে না, বরং অন্য কোনও অসুস্থতা বা অস্ত্রোপচারের পরেও তারা তুলনামূলকভাবে দ্রুত সেরে ওঠেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভাল থাকে, কারণ রক্ত সঞ্চালন স্বাভাবিক ও কার্যকর থাকে। তাই হৃদপিণ্ডের সুস্থতা মানেই পুরো শরীরের সুস্থতা। আরও পড়ুন- একদিনে শেষ হবে না প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান, কতদিন চলবে জানুন! ডা. লন্ডন আরও জানিয়েছেন, ব্যায়াম মানে কেবল কঠোর জিম ট্রেনিং বা ভারী শরীরচর্চা নয়। প্রতিদিনের জীবনে ছোট শারীরিক কার্যকলাপই বড় পরিবর্তন আনতে পারে। যাঁরা দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করেন, তাঁদের প্রতিঘণ্টায় অন্তত কয়েক মিনিট উঠে দাঁড়ানো, হাঁটাহাঁটি করা বা হালকা স্ট্রেচ করা উচিত। এতে হৃদযন্ত্র সক্রিয় থাকে এবং রক্ত সঞ্চালন ঠিক থাকে। হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামার মতো সাধারণ অভ্যাসও হৃদপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত এই ধরনের শারীরিক কার্যকলাপ দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করলে ধীরে হৃদপিণ্ড আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি মানসিক চাপও কমে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ডাক্তারদের মতে, সুস্থ হৃদপিণ্ডের জন্য ডায়েট ও পর্যাপ্ত ঘুম যেমন জরুরি, তেমনই সক্রিয় জীবনধারাও অপরিহার্য। শুধু ভাল খাওয়া বা ঠিক সময়ে ঘুমালেই হবে না, শরীরকে সচল রাখতে হবে। বসে থাকা অভ্যাস যত কমানো যায়, হৃদপিণ্ড ততই উপকৃত হবে। সব মিলিয়ে বলা যায়, শক্তিশালী ও সুস্থ হৃদপিণ্ড চাইলে আজই বসে থাকা জীবনধারাকে বিদায় জানানো দরকার। ছোট পরিবর্তন, নিয়মিত নড়াচড়া ও সচেতন অভ্যাসই ভবিষ্যতে বড় হৃদরোগ থেকে আপনাকে নিরাপদ রাখতে পারে। তাই, হৃদপিণ্ডের যত্ন দিন, কারণ সুস্থ হৃদয়ই দীর্ঘ ও সুখী জীবনের চাবিকাঠি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 27 Jan 2026 3:07 pm

Anandapur Fire |আনন্দপুরে দাঁড়িয়ে মেজাজ হারালেন দমকলমন্ত্রী, অডিট নিয়ে প্রশ্ন তুলতেই দায় এড়ালেন সুজিত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের (Anandapur Fire) ৩২ ঘণ্টা পর ঘটনাস্থল পরিদর্শন করলেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। পুড়ে যাওয়া গোডাউনটিকে ‘জতুগৃহ’ হিসেবে আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান, সেখানে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। এই ঘটনায় মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এত বড় কারখানায় কেন ‘ফায়ার অডিট’ […] The post Anandapur Fire | আনন্দপুরে দাঁড়িয়ে মেজাজ হারালেন দমকলমন্ত্রী, অডিট নিয়ে প্রশ্ন তুলতেই দায় এড়ালেন সুজিত appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 3:06 pm

FIFA World Cup 2026 Controversy: বন্ধ হয়ে যাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ? সামনে এল চাঞ্চল্যকর কারণ

FIFA World Cup 2026: আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এই বছর বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরুও হয়ে গিয়েছে। তবে প্রাক্তন ফিফা প্রেসিডেন্স শ্যেপ ব্লাটারের একটি মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। শোনা যাচ্ছে, সেকারণেই নাকি এই মেগা টুর্নামেন্ট নাকি স্থগিত করা হতে পারে। এমনকী, গোটা টুর্নামেন্ট নাকি বয়কটও করা হতে পারে। গোটা ফুটবল বিশ্ব আপাতত শ্যেপ ব্লাটারের মন্তব্য নিয়ে আলোচনা শুরু করেছে। যদিও ফিফা এই টুর্নামেন্টের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে। আরও পড়ুন: Indian Football FIFA Ranking: ভারতীয় ফুটবলের কালো অধ্যায়, ফিফা ব়্যাঙ্কিংয়ে কতটা নীচে নামল জানেন? স্থগিত হয়ে যাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্পর্কে FIFA-র প্রাক্তন প্রেসিডেন্ট শ্যেপ ব্লাটার গত সোমবার (২৬ জানুয়ারি) একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি আবেদন করেছেন, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আচরণের কথা মাথায় রেখে সমর্থকদের উচিত এই টুর্নামেন্ট বয়কট করা। প্রসঙ্গত, ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্যেপ ব্লাটার ফিফা সভাপতি ছিলেন। শেষপর্যন্ত দুর্নীতির কলঙ্ক মাথায় নিয়ে তিনি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আরও পড়ুন: FIFA Club World Cup 2025 Final: স্বপ্নভঙ্গ PSG-র, ফরাসি বিপ্লব থামিয়ে ক্লাব বিশ্বকাপ জয় চেলসির ব্লাটারের আগে মার্ক পিথ সুইস সংবাদমাধ্যম ডের ওয়ান্ড-কে একটি ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরোধিতা করেন। মার্ক পিথ সুইজ়ারল্যান্ডের একজন স্বনামধন্য আইনজীবী। দুর্নীতি-বিরোধী বিশেষজ্ঞ হিসেবেও তাঁর যথেষ্ট নামডাক কয়েছে। প্রায় এক দশক আগে FIFA-কে দুর্নীতিমুক্ত করার জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির সভাপতি পদে ছিলেন মার্ক পিথ। আর সেকারণে বিশ্ব ফুটবলেও তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। যদিও এই দুজনের মন্তব্য নিয়ে আমেরিকা সরকার এবং ফিফার-র পক্ষ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি। আরও পড়ুন: FIFA Banned Mohammedan SC: ফের মহমেডানকে 'নির্বাসন' ফিফা-র, ডুরান্ডে আদৌ খেলবে তো ব্ল্যাক প্যান্থার্সরা? বিশ্বকাপ বয়কট করার ডাক দিয়েছিলেন মার্ক পিথ ডের ওয়ান্ড-কে দেওয়া ওই সাক্ষাৎকারে মার্ক পিথ বলেন, 'এখনও পর্যন্ত যা আলোচনা হয়েছে, সেই ব্যাপারে যদি আমরা আরও গভীরে যাই, তাহলে সমর্থকদের আমি একটাই পরামর্শ দিতে পারি। আমেরিকার থেকে দুরে থাকো। এমনিতেই টেলিভিশনের পর্দায় আপনারা এই টুর্নামেন্ট অনেক ভালভাবে দেখতে পাবেন। কিন্তু, যদি সমর্থকরা মার্কিন আধিকারিকদের সন্তুষ্ট করতে না পারেন, তাহলে পরের বিমানেই বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তবে ভাগ্য সুপ্রসন্ন থাকলে...' এক্স পোস্টে এই মন্তব্যকে উল্লেখ করে শ্যেপ ব্লাটার লিখেছেন, 'মার্ক পিথ আসন্ন বিশ্বকাপ নিয়ে যে প্রশ্ন তুলেছেন, সেটা একেবারে সঠিক বলেই আমি মনে করি।'

ইন্ডিয়ান এক্সপ্রেস 27 Jan 2026 3:00 pm

Scotland Cricket: স্পনসর নেই, ভিসা জটিলতা নিয়েও চাপে, তারপরও বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখছে স্কটল্য়ান্ড!

ICC Men's T20 World Cup: ৭ ফেব্রুয়ারি কলকাতায়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ স্কটল্য়ান্ডের। আর এরই মধ্যে স্কটল্যান্ডের সামনে সবচেয়ে বড় সমস্য়া হয়ে দাঁড়িয়েছে ভিসা প্রক্রিয়া। এক সাক্ষাৎকারে স্কটল্য়ান্ড ক্রিকেট প্রধান লিন্ডব্লাড বলেছেন, 'ভিসা বিষয়টি নিয়ে কিছুটা অনিশ্চিতা থাকেই।

টিভি 9 বাংলা 27 Jan 2026 2:57 pm

রাহুল গান্ধী ও রাজীব গান্ধীর ভাইরাল এই ছবিটি ইন্দিরা গান্ধীর শেষকৃত্যের নয়

বুম দেখে ভাইরাল ছবিটি আসলে স্বাধীনতা সংগ্রামী আব্দুল গাফার খানের শেষকৃত্যের সময় তোলা।

বুমলাইভ 27 Jan 2026 2:56 pm

India-EU Free Trade Deal |ট্রাম্পের শুল্কবাণ উপেক্ষা করে ইইউ-র সঙ্গে ভারতের ঐতিহাসিক ‘মাদার অফ অল ডিলস’ স্বাক্ষর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্ব রাজনীতি ও অর্থনীতির সমীকরণ বদলে দিয়ে আমেরিকার ‘নাকের ডগায়’ ইউরোপীয় ইউনিয়নের (EU) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (India-EU Free Trade Deal) স্বাক্ষর করল ভারত। মঙ্গলবার ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কোস্টা ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের উপস্থিতিতে এই চুক্তিতে সই করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দীর্ঘ ১৮ […] The post India-EU Free Trade Deal | ট্রাম্পের শুল্কবাণ উপেক্ষা করে ইইউ-র সঙ্গে ভারতের ঐতিহাসিক ‘মাদার অফ অল ডিলস’ স্বাক্ষর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 27 Jan 2026 2:52 pm

পিছিয়ে যাচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন! কবে পেশ হবে রাজ্য বাজেট?

পূর্ব সিদ্ধান্ত অনুয়ায়ী, ৫ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। ২ ফেব্রুয়ারি বাজেট পেশের কথা ছিল!

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 2:51 pm

‘দিদিই পারেন দেশে বিজেপিকে রুখতে’, নবান্নে বৈঠক শেষে মমতার লড়াইকে কুর্নিশ অখিলেশের

অখিলেশের মন্তব্যে স্পষ্ট বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোনও সংশয় দেখছেন না।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 2:50 pm

শুনানির সকালেই মৃত্যু মালদহের প্রৌঢ়ের! এসআইআর আতঙ্ককেই দায়ী করছে পরিবার

মঙ্গলবার ভোরের দিকে বাড়িতেই হঠাৎ করে অসুস্থ হন তিনি। এরপরে বাড়িতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। আর এই মৃত্যুর ঘটনায় এসআইআরের দিকেই আঙুল তুলেছে পরিবার।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 2:50 pm

Weather Update: ৩৭ দিন পর আজ! হাওয়ায় কোন বড় বদল?

West Bengal, Kolkata Weather Report: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় নতুন করে পশ্চিম ঝঞ্ঝা ঢুকেছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৩০ জানুয়ারি অর্থাৎ শুক্রবার। দক্ষিণ পঞ্জাবের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত।

টিভি 9 বাংলা 27 Jan 2026 2:46 pm

দু’চাকার ঝড়ে কেঁপে উঠেছিল খামেনেই-মসনদ! বিদ্রোহী রমণীকে গুলি করে হত্যা মোল্লাতন্ত্রের ঘাতকদের

'বেবি রাইডার' নামে পরিচিত ছিলেন ইনফ্লুয়েন্সার ডায়না বাহাদোরি। ফলোয়ার ১ লক্ষ ৪৪ হাজার।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 2:44 pm

‘দেখতে ভালো লাগে না’, বিশ্বকাপে আমন্ত্রণ পেয়েও ভিসা মেলেনি স্কটল্যান্ডের ‘পাক’ক্রিকেটারের!

সবমিলিয়ে ৪২ জন পাক বংশোদ্ভূত ভারতে পা রাখবেন বিশ্বকাপ উপলক্ষে। কেউ ক্রিকেটার আবার কেউ বা সাপোর্ট স্টাফ। তাঁদের সকলেরই ভিসা পেতে সমস্যা হয়েছিল।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 2:40 pm

Dhurandhar vs Border 2: প্রজাতন্ত্র দিবসে কোন সিনেমা বক্স অফিস কাঁপাল ‘বর্ডার ২’ নাকি ‘ধুরন্ধর’?

প্রজাতন্ত্র দিবসে বক্স অফিসে ইতিহাসের পাতায় নাম তুলল কোন ছবি ‘ধুরন্ধর’ না ‘বর্ডার ২’? এখন এই জল্পনা চলছে সিনেপ্রেমীদের মধ্যে। ২৩ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। দেশাত্মবোধক আবহ, এবং প্রজাতন্ত্র দিবসের আবেগ সব মিলিয়ে দর্শকদের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে। প্রথম দিনে ৩০ কোটি টাকা আয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ছবিটি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩৬.৫ কোটি, তৃতীয় দিনে ৫৪.৫ কোটি। ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে ছবিটি একাই ৫৯ কোটি টাকা আয় করে। এই চার দিনের মধ্যেই ভারতে মোট সংগ্রহ প্রায় ১৮০ কোটি টাকা ছুঁয়েছে। বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ২৩৯.২ কোটিতে। মাত্র চার দিনেই এমন বিপুল অঙ্কের ব্যবসা করে ‘বর্ডার ২’ প্রমাণ করে দিয়েছে, দেশপ্রেমমূলক ছবির আবেদন এখনও বক্স অফিসে অটুট। তবে প্রজাতন্ত্র দিবসে বক্স অফিসে প্রকৃত ইতিহাস রচনার কৃতিত্ব গিয়েছে ‘ধুরন্ধর’-এর ঝুলিতেই। ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই ছবি ৫৩তম দিনেও দুর্দান্ত গতিতে আয় করে চলেছে। বক্স অফিস ট্র্যাকার সেকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ৫৩ দিনে ভারতে ছবিটি ৮৩৫ কোটি টাকা আয় করেছে এবং বিদেশে করেছে ২৯৪.২ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ১২৯৪ কোটি টাকা। আরও পড়ুন: ‘কিসি কো নফরত হ্যায় মুঝসে, অউর কোই প্যায়ার কর বৈঠা হ্যায়’, ঋতিকার সোশ্যাল মিডিয়া পোষ্ট ঘিরে জল্পনা শুরু প্রজাতন্ত্র দিবসে ‘ধুরন্ধর’ (Dhurandhar) ১০০০ কোটি টাকার ভারতীয় আয়ের ক্লাবে প্রবেশ করে এক নতুন ইতিহাস গড়েছে। এছাড়াও, ‘ধুরন্ধর’ পুষ্প ২: দ্য রুল-এর রেকর্ড ভেঙে দিয়ে ভারতের সর্বোচ্চ আয়কারী ছবিগুলোর তালিকায় শীর্ষস্থান দখল করেছে। অন্যদিকে, ‘বর্ডার ২’ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রথম চার দিনের সংগ্রহই বলে দিচ্ছে, সামনের দিনে ছবিটি আরও বড় রেকর্ড গড়তে পারে। প্রজাতন্ত্র দিবসে ৫৯ কোটি টাকার একদিনের আয় নিঃসন্দেহে অসাধারণ। আরও পড়ুন: সাফল্যের পথ সহজ নয়! পার্লে-জি বিস্কুট আর জল খেয়ে খিদে মেটাতেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বিক্রান্ত ম্যাসি! ‘ধুরন্ধর’ ওটিটি রিলিজ ‘ধুরন্ধর’-এর ওটিটি রিলিজ নিয়েও জোর জল্পনা চলছে। রিপোর্ট অনুযায়ী, ছবিটি ২০২৬ সালের জানুয়ারির শেষের দিকে নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে। বক্স অফিসে ঝড় তোলার পর এবার ডিজিটাল দুনিয়াতেও ‘ধুরন্ধর’ যে নতুন রেকর্ড গড়তে চলেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 27 Jan 2026 2:40 pm

করিশ্মা প্রতিদিন বিভিন্ন ফ্ল্যাটে রাত কাটান! কোন সত্য সামনে আনলেন অক্ষয়?

অক্ষয় কুমারের সঞ্চালিত গেম শো ‘হুইল অফ ফরচুন’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন করিশ্মা। আর সেখানেই অভিনেত্রীর সম্পত্তি নিয়ে হাসির ছলে এক বিস্ফোরক দাবি করে বসলেন অক্ষয়! যা শুনে শোরগোল পড়ে গিয়েছে বলিপাড়ায়।

টিভি 9 বাংলা 27 Jan 2026 2:38 pm

গোমূত্রকে ‘মহৌষধি’বলেছিলেন, পদ্ম সম্মান আইআইটি মাদ্রাজের সেই ডিরেক্টরকে, খোঁচা কংগ্রেসের

গত বছর ভি কামাকোটি বলেন, গোমূত্র ‘অ্যান্টি ব্যাকটেরিয়াল’ এবং অ্যান্টি ফাঙ্গাল। আইবিএস-সহ একাধিক রোগ সারে গোমূত্র পান করলে। সমাজমাধ্যমে এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।

সংবাদপ্রতিদিন 27 Jan 2026 2:37 pm