মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হাই কোর্টের, বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ আদালতে
গোবিন্দ রায়: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাই কোর্ট। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কৃষ্ণনগর উত্তরের বিধায়কের পদ খারিজের নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষে বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ করল করেছে কলকাতা হাই কোর্ট। প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তৃণমূলের (TMC) তৎকালীন সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। […]
শামির বোলিং দেখতে কল্যাণী যাচ্ছেন আগরকর, জাতীয় দলের দরজা খুলবে তারকা পেসারের?
কল্যাণীতে রনজি খেলবে বাংলা।
Weather Update |নেমেছে পারদ, তবে বঙ্গে জাঁকিয়ে শীত কবে? কী বলছে আবহাওয়া দপ্তর?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পারদ পতন হয়েছে রাজ্যজুড়ে। আপাতত শীতের আমেজ ভালোভাবেই টের পাচ্ছেন বঙ্গবাসী। নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুর দিকে উত্তর-পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার জোর বাড়লেই আরও কমবে তাপমাত্রা। আগামী কয়েক আবহাওয়া কেমন থাকবে বঙ্গে, তা জেনে নিন (Weather Update)। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালের দিকে অব্যাহত থাকবে কুয়াশার দাপট। দার্জিলিং, কালিম্পং, […] The post Weather Update | নেমেছে পারদ, তবে বঙ্গে জাঁকিয়ে শীত কবে? কী বলছে আবহাওয়া দপ্তর? appeared first on Uttarbanga Sambad .
Raiganj |বিএলও মায়ের সঙ্গে ভোটারদের বাড়িতে ছেলে, ২০ টাকার বিনিময়ে পূরণ করছেন SIR ফর্ম
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআর ফর্ম (SIR) পূরণ করতে সমস্যা হচ্ছে? ভাবছেন নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে না পারলে বাতিল হবে ফর্ম? তাহলে আলাপ করুন রায়গঞ্জের (Raiganj) এক ‘মসিহার’ সঙ্গে। যিনি সম্পর্কে বিএলও-র ছেলে! তিনিই দায়িত্ব নিয়ে পূরণ করছেন এসআরআই ফর্ম। তবে তার জন্য গুনতে হবে ২০ টাকা। ব্যাস ২০ টাকাতেই কেল্লাফতে। বলা ভালো মুশকিল আসান। […] The post Raiganj | বিএলও মায়ের সঙ্গে ভোটারদের বাড়িতে ছেলে, ২০ টাকার বিনিময়ে পূরণ করছেন SIR ফর্ম appeared first on Uttarbanga Sambad .
গণনার আগে বিহারে যেন উৎসব! কেজি কেজি লাড্ডুর অর্ডার বিজেপির, দেদার বিকোচ্ছে মালা
এক্সিট পোলের ফলাফল মানতে নারাজ বিরোধী শিবির।
Al Falah University: মুজ়াম্মিল-শাহিনদের ‘গুরু’, দিল্লির বিস্ফোরণের পর নজরে মেডিক্যাল কলেজের আচার্য
Terror Module in Al Falah University: সূত্রের খবর, এবার তদন্তকারীদের র্যাডারে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকী। তাঁর ভূমিকা নিয়েও যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে গোয়েন্দাদের মনে। তাঁর বিশ্ববিদ্যালয়ে বসেই কীভাবে তৈরি হল নাশকতার মডেল? কর্তৃপক্ষের প্রচ্ছন্ন মদত নেই তো? সেই সব প্রশ্নই ভাবাচ্ছে গোয়েন্দাদের।
১৬ টাকা বেশি খরচে পান ২৪২ জিবি ডেটা, তোলপাড় ফেলল সস্তার এই প্ল্যান
ভোডাফোন আইডিয়ার (Vi) ব্যবহারকারীদের জন্য নানা ধরনের আকর্ষণীয় প্ল্যান থাকলেও, আজকের এই প্রতিবেদনে আমরা দুটি জনপ্রিয় প্ল্যানের তুলনা করব: ৩৪৯ টাকা এবং ৩৬৫ টাকা। এই দুই প্ল্যানের মধ্যে মাত্র ১৬ টাকার পার্থক্য থাকলেও সুবিধার দিক থেকে রয়েছে বিরাট ফারাক। আরও পড়ুন- অনলাইনে আধারে নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর পরিবর্তন হল সহজ, পদ্ধতি বিস্তারিত জানুন Vi 349 টাকার প্ল্যানে ব্যবহারকারীরা ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। অর্থাৎ মাসে গ্রাহকরা পাবেন মোট ৪২ জিবি ডেটা। অন্যদিকে, Vi 365 টাকার প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন আনলিমিটেড ডেটা (৩০০ জিবি এফইউপি লিমিট), ২৮ দিনের মেয়াদ, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ৩০০টি এসএমএস। অর্থাৎ, মাত্র ১৬ টাকা বেশি খরচ করলে ব্যবহারকারীরা ২৪২ জিবি অতিরিক্ত হাই-স্পিড ডেটা এবং এক মাসের জন্য জিও হটস্টারের অ্যাক্সেস পাবেন। ৩৪৯ টাকার প্ল্যানে এই ধরনের অতিরিক্ত সুবিধা নেই। এছাড়াও Vi 365 প্ল্যানে উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটের সুবিধাও রয়েছে। আরও পড়ুন- আপনি কি আপনার সেভিংস অ্যাকাউন্টে ৩ গুণ বেশি সুদ চান? এই ছোট্ট কাজটি অবিলম্বে করুন এয়ারটেল ব্যবহারকারীদের জন্যও ৩৪৯ টাকার একটি প্ল্যান রয়েছে। এই প্ল্যানে ইউজাররা পাবেন আনলিমিটেড ৫জি ডেটা, প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং ২৮ দিনের মেয়াদ। এছাড়াও, প্ল্যানটি ২০টিরও বেশি OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস, স্প্যাম অ্যালার্ট, বিনামূল্যে HelloTunes, Apple Music এবং Perplexity Pro AI-এর সুবিধা প্রদান করে। তবে এই আনলিমিটেড ৫জি ডেটা শুধুমাত্র এয়ারটেলের ৫জি নেটওয়ার্কযুক্ত এলাকায় ব্যবহারযোগ্য। তুলনায় দেখা যায়, Vi 365 প্ল্যানের অতিরিক্ত খরচ ব্যবহারকারীদের জন্য অনেক বেশি সুবিধাজনক, বিশেষ করে যারা অধিক ডেটা এবং অনলাইন বিনোদনের জন্য বেশি সময় ব্যয় করেন। আরও পড়ুন- মোবাইল গ্রাহকদের জন্য বিরাট ধাক্কা, রিচার্জ প্ল্যানের দাম বাড়ল ২৫০ টাকা
৬ ডিসেম্বর রাজধানীতে ৬ বিস্ফোরণ, বাবরির বদলা নিতে ভয়ংকর ছক দিল্লির হামলাকারীদের!
বিস্ফোরণের জন্য ৩২টি গাড়ি বেছে নেওয়া হয়েছিল।
দিল্লি বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, আপনার বিক্রি করা গাড়ি সন্ত্রাসে ব্যবহার হলে কি আপনিও ফাঁসবেন?
Vehicle Ownership Rule: যদি খুন বা সন্ত্রাসবাদী কার্যকলাপের মতো গুরুতর অপরাধ হয়, তাহলে রেজিস্টার্ড গাড়ি মালিক সরাসরি অপরাধে দায়বদ্ধ হন না। এক্ষেত্রে তদন্তকারীকে প্রমাণ করতে হয় যে গাড়ি মালিক ও অপরাধের মধ্যে যোগ রয়েছে। যদি কোনও ব্য়ক্তি জেনেশুনে অচেনা কাউকে গাড়ি দেন অপরাধ করার জন্য, তাহলে অপরাধে মদত দেওয়া প্রমাণিত হবে।
Kunal Ghosh: ‘মধ্যরাতে তিনিই আমার শায়িত দেহে অস্বাভাবিকতা দেখেন’, জীবনের বিশেষ ‘বাঁকে’র বললেন কুণাল
Kunal Ghosh: ২০১৪ কাট টু ২০২৫! কুণালের জীবনের সে অধ্যায় এখন অতীত। সাংবাদিকতা থেকে রাজনৈতিক জীবন, সেখান থেকে সারদা কেলেঙ্কারিতে যোগ, জেলে থাকাকালীন শাসক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, জেলমুক্তির পর আবারও ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে পদাপর্ণ, আবারও শাসকদলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে-ভূমিকায়!
Mediclaim: সকলের জন্য স্বাস্থ্যবিমা, সরকারের এই লক্ষ্য কি পূরণ হবে না?
Mediclaim, Health Insurance: বর্তমানে যে হারে চিকিৎসার খরচ বাড়ছে তাতে স্বাস্থ্যবিমা একটি অতি প্রয়োজনীয় জিনিসে পরিণত হচ্ছে। আর একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে স্বাস্থ্যবিমা নিয়ে সন্দেহ বাড়ছে। তারা এখন থেকেই বিকল্প খুঁজছে। কারণ, বিমা সংস্থাগুলো একাধিক সমস্যা তৈরি করে।
ব্রেস্ট ইমপ্লান্ট করে বিপাকে শার্লিন! জানেন এই অস্ত্রোপচার কতটা মারাত্মক?
কী এই ব্রেস্ট ইমপ্লান্ট?
৩৪ লক্ষ আধার নম্বর নিষ্ক্রিয় রাজ্যে! পরিকল্পনা মাফিক নাম বাদের আশঙ্কা তৃণমূলের
রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া।
মোবাইল গ্রাহকদের জন্য বিরাট ধাক্কা, রিচার্জ প্ল্যানের দাম বাড়ল ২৫০ টাকা
মোবাইল গ্রাহকদের জন্য বিরাট ধাক্কা। রিচার্জ প্ল্যানের দাম বাড়ল ২৫০ টাকা। ভোডাফোন আইডিয়া (ভিআই) সম্প্রতি তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানের দাম ২৫০ টাকা বেড়ে হয়েছে ২২৪৯ টাকা। দাম বাড়ার পাশাপাশি, ভিআই এই প্ল্যানে বেশ কিছু কিছু নতুন সুবিধাও যোগ করেছে। উল্লেখ্য, এর আগে এয়ারটেলও তাদের ১৮৯ টাকার প্ল্যান বন্ধ করে ১৯৯ টাকার প্ল্যান আনে। আরও পড়ুন- এয়ারটেলের রিচার্জ প্ল্যানে বিরাট বদল, ন্যূনতম রিচার্জ করতে কত টাকা লাগবে? টেলিকমটকের তথ্য অনুযায়ী, ১৯৯৯ টাকার এই ভিআই প্ল্যানে আগে ৩৬৫ দিনের জন্য ২৪ জিবি/৩৬ জিবি ডেটা (টেলিকম সার্কেলের উপর নির্ভর করে), আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩৬০০টি এসএমএস মেসেজ পাওয়া যেত, যার মেয়াদ ছিল ৩৬৫ দিন। আগে, এই প্ল্যানের দৈনিক খরচ ছিল প্রায় ৫.৪৭ টাকা, কিন্তু এখন আপনাকে এই প্ল্যানের জন্য আরও বেশি টাকা দিতে হবে। নতুন ২২৪৯ টাকার প্ল্যানে ৩০/৪০ জিবি হাই-স্পিড ডেটা (টেলিকম সার্কেলের উপর নির্ভর করে), ৩৬০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং থাকবে। যার দৈনিক খরচ প্রায় ৬.১৬ টাকা। ডেটার ব্যবহারের ভিত্তিতে সার্কেল অনুযায়ী সুবিধা ভিন্ন। বিহার, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, চেন্নাই, হরিয়ানা, গুজরাট, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, কলকাতা, মুম্বই, মধ্যপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ পূর্ব, তামিলনাড়ু (চেন্নাই বাদে), উত্তরপ্রদেশ পশ্চিম এবং পশ্চিমবঙ্গের ব্যবহারকারীরা ৩০ জিবি ডেটা পাবেন, যেখানে হিমাচল প্রদেশ, আসাম, উত্তর-পূর্ব, জম্মু-কাশ্মীর এবং ওড়িশার ব্যবহারকারীরা এই প্ল্যানে মোট ৪০ জিবি ডেটা পাবেন। এয়ারটেলের ২২৪৯ টাকার প্রিপেইড প্ল্যানে ৩০ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩৬০০টি এসএমএস-এর সুবিধা রয়েছে। ৩৬৫ দিনের মেয়াদের সঙ্গে ব্যবহারকারীরা প্রতি ৩০ দিনে একবার বিনামূল্যে হ্যালোটিউন এবং পারপ্লেক্সিটি প্রো এআই-র বিনামূল্যে অ্যাক্সেসও পান। আরও পড়ুন- অনলাইনে আধারে নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর পরিবর্তন হল সহজ, পদ্ধতি বিস্তারিত জানুন
নয়া মরশুমের আগে শক্তিবৃদ্ধি কেকেআরের, যোগ দিচ্ছেন বিশ্বজয়ী অজি অলরাউন্ডার
অতীতে সিএসকে এবং রাজস্থানের হয়েও খেলেছেন এই তারকা।
Jalpaiguri: প্রধান শিক্ষিকার কান ধরে ওঠবস, রিপোর্ট তলব মমতার
জলপাইগুড়ি শহরের প্রয়াত এক অত্যন্ত স্বনামধন্য আইনজীবীর পুত্র সৈকত। কলেজ জীবন থেকেই ডানপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। এমনকী বাম জমানার শেষ লগ্নে উত্তরবঙ্গে শিক্ষা দুর্নীতি বিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তিনি জলপাইগুড়ি পৌরসভার দীর্ঘদিনের কাউন্সিলর। পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস দলের যুব সংগঠনের জেলা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বাবরি মসজিদ ধ্বংসের বদলা নিতে ৬ ডিসেম্বর দিল্লি-এনসিআরে ৬টি বিস্ফোরণের পরিকল্পনা করেছিল ‘চিকিৎসক মডিউল’। দিল্লি বিস্ফোরণে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এমনই জানতে পেরেছেন তদন্তকারীরা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত সন্দেহভাজন জঙ্গিরা ৬ ডিসেম্বর জাতীয় রাজধানী অঞ্চলে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। তাৎপর্যপূর্ণভাবে ১৯৯২ সালে এই দিনেই […] The post Delhi Blasts | বাবরি মসজিদ ধ্বংসের বদলা নিতে দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণের ছক! ‘চিকিৎসক মডিউল’-এর ষড়যন্ত্র ফাঁস appeared first on Uttarbanga Sambad .
‘আসল’ লুকিয়ে জাল জন্ম শংসাপত্রে পাসপোর্ট! কেন? তদন্তে কলকাতা পুলিশ
নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে।
Aadhaar Card Update 2025: ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র আধার কার্ড (Aadhaar Card) এখন আরও সহজে আপডেট করা যাবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) ঘোষণা করেছে যে ২০২৫ সালের নভেম্বর থেকে আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ এবং মোবাইল নম্বর অনলাইনে পরিবর্তন করা যাবে — আর এজন্য কোনও অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। আগে এই কারণেও আধার সেবা কেন্দ্রে যেতে হত আগে আধারে পরিবর্তন আনতে হলে আধার সেবা কেন্দ্রে গিয়ে ফর্ম পূরণ ও ডকুমেন্ট জমা দিতে হতো। কিন্তু ইউআইডিএআই এখন সরকারি ডেটাবেস যেমন প্যান (PAN), পাসপোর্ট ও রেশন কার্ডের সঙ্গে ইন্টিগ্রেশন করছে। ফলে অনেক তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে এবং প্রক্রিয়া হবে অনেক দ্রুত। বিদ্যুৎ বা জলের বিলের মতো ইউটিলিটি বিল এখন ঠিকানার প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে — যা ডকুমেন্ট যাচাইয়ের প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে। আরও পড়ুন- এয়ারটেলের রিচার্জ প্ল্যানে বিরাট বদল, ন্যূনতম রিচার্জ করতে কত টাকা লাগবে? অনলাইনে কী কী তথ্য আপডেট করা যাবে? নাম (Name), ঠিকানা (Address), জন্মতারিখ (Date of Birth), মোবাইল নম্বর (Mobile Number)। অনলাইনে আপডেট করতে হলে, UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://myaadhaar.uidai.gov.in- এ যান। আপনার আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে লগইন করুন। আপডেট আধার (Update Aadhaar) অপশনটি সিলেক্ট করুন। আরও পড়ুন- আপনি কি আপনার সেভিংস অ্যাকাউন্টে ৩ গুণ বেশি সুদ চান? এই ছোট্ট কাজটি অবিলম্বে করুন যেটি পরিবর্তন করতে চান (নাম, ঠিকানা ইত্যাদি) সেটি বেছে নিন। প্রয়োজনে প্রমাণপত্র (ডকুমেন্ট) আপলোড করুন। সাবমিট করার পর অনলাইনে আপডেট স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। যাচাই শেষ হলে পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে আধার প্রোফাইলে দেখা যাবে। আরও পড়ুন- আদানি-আম্বানি নয়, এই ব্যাক্তি দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের মালিক, দাম জানলে চমকে যাবেন UIDAI জানিয়েছে, ১৪ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আধার আপডেট সম্পূর্ণ ফ্রি থাকবে। তবে আপনার মোবাইল নম্বর অবশ্যই আধারের সঙ্গে লিংক থাকা চাই, নইলে OTP যাচাই সম্ভব হবে না। আপডেটের পর নতুন আধার পিডিএফ আপনি ডাউনলোড করতে পারবেন। UIDAI-এর নতুন ডিজিটাল ব্যবস্থা মানুষের সময়, খরচ আর পরিশ্রম বাঁচাবে। সরকারি ডাটাবেসগুলির ইন্টিগ্রেশন পুরো সিস্টেমকে করবে দ্রুত এবং নির্ভুল। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের মানুষদের জন্য এটি হতে চলেছে এক বিরাট সুবিধা। এমনটাই মনে করছে প্রশাসন।
Migratory Bird |ইটভাটায় নিরাপদ আস্তানা পরিযায়ীদের
অনীক চৌধুরী, জলপাইগুড়ি: খড়িয়া গ্রাম পঞ্চায়েতের শোভাবাড়ি ইটভাটা এলাকায় প্রতিবছরই শীতের আগে প্রচুর পরিযায়ী পাখি আসে (Migratory Bird)। আবার শীত ফুরিয়ে গেলে যথাস্থানে পাড়ি দেয়। কিন্তু প্রশ্ন হল, ওই পরিত্যক্ত ইটভাটাই কেন এই মরশুমিদের নিরাপদ আস্তানা হয়ে উঠেছে? জানা যাচ্ছে, ওই ইটভাটার মালিক ছিলেন দ্বারকা প্রসাদ নামে এক ব্যক্তি। তাঁর আমলে প্রায় দু’দশকেরও বেশি সময় […] The post Migratory Bird | ইটভাটায় নিরাপদ আস্তানা পরিযায়ীদের appeared first on Uttarbanga Sambad .
অসুস্থ ধর্মেন্দ্রর বাড়ির বাইরে পাপারাজ্জিদের ভিড়, ক্ষুব্ধ সানি বললেন, ‘আপনাদের লজ্জা নেই?’
১০ নভেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র।
‘চ্যালেঞ্জ নিতে প্রস্তুত…’, দক্ষিণ আফ্রিকাকে সমীহ করছেন গিল, খেলবেন কি কুলদীপ?
আর কী বলেছেন ভারত অধিনায়ক?
আওয়ামির ডাকে লকডাউন বাংলাদেশে! মুজিব মুছতে পথে ‘শঙ্কিত’জামাত
সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়।
কাঠ কুড়োতে গিয়ে নিখোঁজ, কল্যাণীতে জঙ্গলের পুকুরে মিলল বৃদ্ধার দেহ!
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র এবং কন্যাকে তলব করল ইডি।আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে তাঁদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশিতে উঠে আসা তথ্যের ভিত্তিতে মন্ত্রীর স্ত্রী, পুত্র, কন্যাকে তলব করা হয়েছে বলে সূত্র মারফৎ জানা গেছে। বিস্তারিত আসছে……………………… The post Sujit Basu | রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র এবং কন্যাকে তলব করল ইডি! আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ appeared first on Uttarbanga Sambad .
বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুরের মনোনয়ন জমা দেওয়ার ভিডিও ভুয়ো দাবিতে ছড়াল
বুম দেখে ভাইরাল ভিডিও মৈথিলী ঠাকুরের ভোটে জেতার আগেই শপথ গ্রহণের নয় বরং ১৭ অক্টোবর, ২০২৫-এ বিজেপির হয়ে মনোনয়ন জমা দেওয়ার।
তিন দশকের অভিনয়জীবন শেষ, জটিল রোগে প্রয়াত অভিনেতা
Homayoun Ershadi: ‘টেস্ট অব চেরি’ সিনেমায় বাদি চরিত্রে অভিনয় করে দুনিয়াজুড়ে খ্যাতি পাওয়া অভিনেতা হোমায়ুন এরশাদি আর নেই। গত মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা আইআরএনএন। ৭৮ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। অভিনয়ে নাম লেখানোর আগে তিনি পেশায় স্থপতি ছিলেন। ১৯৯৭ সালে ইরানি নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির, ‘টেস্ট অব চেরি’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এরশাদির। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেন তিনি। Sunny Deol-Dharmendra: রাগের চোটে অশ্রাব্য গালিগালাজ! ধর্মেন্দ্রর বাড়ির বাইরে রেগে আগুন সানি কাকতালীয়ভাবে সিনেমাটিতে অভিনয়ের সুযোগ পান এরশাদি। যানজটের মধ্যে তেহরানের রাস্তায় গাড়িতে বসেছিলেন তিনি। তাঁকে দেখে এগিয়ে আসেন আব্বাস কিয়ারোস্তামি। বলেন, ‘আমি একটা সিনেমা বানাতে চাই, আপনি অভিনয় করবেন?’ সিনেমাটি এরশাদিকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। সিনেমায় দেখা গেছে, বাদি চরিত্রটি আত্মহত্যা করার পরিকল্পনা করেছেন। তাঁর ইচ্ছা, তাঁকে যেন একটি চেরিগাছের নিচে সমাহিত করা হয়। তাঁকে সমাহিত করবেন- এমন মানুষকে খুঁজতে থাকেন তিনি। Mahesh Bhatt: আলিয়ার বিয়েতে ডাক পাননি, কষ্টে ভাই মহেশের বিরুদ্ধে এ কী শোনালেন মুকেশ...! ১৯৯৭ সালে কানে ‘টেস্ট অব চেরি’ স্বর্ণপাম জিতেছিল। আব্বাস কিয়ারোস্তামি বরাবরই অপেশাদার অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করেন। ফলে তাঁর সিনেমার বেশির ভাগ শিল্পীকে অভিনয়ে নিয়মিত দেখা যায় না। তবে এরশাদি নিয়মিত কাজ করেছেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত মার্ক ফরস্টারের ‘কাইট রানার’ সিনেমা, এরশাদিকে আরও খ্যাতি এনে দেয়। তিন দশকের ক্যারিয়ারে ৯০টির মতো সিনেমায় কাজ করেছেন তিনি। ১৯৪৭ সালের ২৬ মার্চ ইরানের ইস্পাহানে জন্ম এরশাদির। তিনি ইতালির ভেনিসে স্থাপত্য নিয়ে পড়াশোনা করেন। ইরানে ফিরে পেশাদার স্থপতি হিসেবে কাজ করতে থাকেন। ১৯৭৯ সালে পরিবার নিয়ে কানাডার ভ্যাঙ্কুভারে থাকতে শুরু করেন। সেখানে একটি স্থাপত্য প্রতিষ্ঠানে প্রায় এক দশকের বেশি সময় কাজ করেছেন। পরে ইরানে ফেরেন তিনি।
TMC Leader Arrested |স্বপন খুনে জালে তৃণমূল নেতা
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড়। ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল তৃণমূলের কোচবিহার-২ ব্লক সভাপতি সজল সরকারকে (TMC Leader Arrested)। পুলিশ সূত্রের খবর, বিধাননগর কমিশনরাটের গোয়েন্দা শাখা বুধবার সজলকে গ্রেপ্তার করেছে। স্বপন হত্যায় ইতিমধ্যেই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নামে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ঘটনায় […] The post TMC Leader Arrested | স্বপন খুনে জালে তৃণমূল নেতা appeared first on Uttarbanga Sambad .
পেরুতে ভয়াবহ দুর্ঘটনা, খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস, মৃত অন্তত ৩৭
আহতের সংখ্যা ২৪।
বয়কট কংগ্রেস, তৃণমূল-সহ ইন্ডিয়া জোটের, বেনজিরভাবে কার্যত বিরোধীশূন্য যৌথ সংসদীয় কমিটি গঠন কেন্দ্রের
প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের অপসারণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল নিয়ে বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা যৌথ কমিটি ঘোষণা করেছেন।
কত রোহিঙ্গার নাম কাটা গেল বিহারে, উত্তর নেই
আশিস ঘোষ বিহারে ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে ৬৫ লাখের নাম। তার মধ্যে বিদেশি অনুপ্রবেশকারী ক’জন? উত্তর নেই।মুখ খোলেনি নির্বাচন কমিশন। স্পিকটি নট কেন্দ্রীয় সরকার। ক’জন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী? জানা নেই। রোহিঙ্গা ক’জন? নেপালি ক’জন? জানা নেই। কারণ জানানো হয়নি। এসআইআর-এর পর খসড়া, তারপর ৩০ সেপ্টেম্বর ফাইনাল তালিকা বেরিয়েছে বিহারে। তারও পরে হয়ে গেল […] The post কত রোহিঙ্গার নাম কাটা গেল বিহারে, উত্তর নেই appeared first on Uttarbanga Sambad .
Sonakshi Sinha Pregnancy Gossip: সদ্য মা হয়েছেন বলিউডের গ্ল্যাম ডিভা ক্যাটরিনা কইফ। এর মাঝেই ইন্ডাস্ট্রির কানাঘুষো, দাবাং গার্ল সোনাক্ষী সিনহা প্রেগন্যান্ট। প্রযোজক রমেশ তউরানির দীপাবলি পার্টিতে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির সেলেবরা। সেখানেই প্রেগন্যান্সি গুঞ্জন উসকে স্ত্রীর পেটে জাহির হাত রাখতেই চর্চা আরও জোড়াল হয়। যদিও সোনাক্ষী ইনস্টা হ্যান্ডেলে মজার ছলে লিখেছিলেন, 'মানব ইতিহাসে তো এটা রেকর্ড যে দীর্ঘ ১৬ মাস কেউ অন্তঃসত্ত্বা...'। ফের দুই থেকে তিন হওয়ার গুঞ্জন। নেপথ্যে এক বিশেষ কারণ, সলমনের দাবাং ট্যুর বাতিল করেছেন সোনাক্ষী। তাঁর পরিবর্তে থাকছেন তামান্না ভাটিয়া। View this post on Instagram A post shared by Sonakshi Sinha (@aslisona) আরও পড়ুন '১৬ মাসের অন্তঃসত্ত্বা তো মানব ইতিহাসে...', প্রেগন্যান্সি গুঞ্জনের মাঝে 'দুষ্টুমি' সোনাক্ষীর ট্যুরের উদ্যোক্তারা ইতিমধ্যেই নতুন পোস্টার শেয়ার করেছেন। যখানে নাম রয়েছে সলমন, তামান্না, জ্যাকলিন ফার্নান্ডেজ, মনিশ পাল, প্রভু দেবা, সুনীল গ্রোভার, স্টেবিন বেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি। সোনাক্ষীর নাম না থাকায় নেটপাড়ার গুঞ্জন, অন্তঃসত্ত্বা বলেই দাবাং ট্যুরে ব্রাত্য দাবাং গার্ল। প্রসঙ্গত, সম্প্রতি সোনাক্ষী সিনহাকে একটি অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে হাজির হতেই গর্ভবতী হওয়ার গুজব ছড়ায়। Vikram Phadnis-এর ৩৫তম বর্ষপূর্তি ফ্যাশন ইভেন্ট থেকেই জল্পনার সূত্রপাত। এরপর জাহির ইকবালের সঙ্গে একটি পার্টিতে সোনাক্ষীর বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। View this post on Instagram A post shared by Zee Studios South (@zeestudiossouth) আরও পড়ুন মুসলিম বলেই রঙের উৎসব নেই জাহির? প্রশ্ন ওঠার আগেই স্বামীর 'রক্ষাকবচ' সোনাক্ষী রমেশ তউরানির দীপাবলি পার্টিতে তারকা দম্পতির মজার ছলে সেই গুজবের জবাব দিয়েছিলেন। সংবাদমাধ্যমের সামনে পোজ দেওয়ার সময় জাহির সোনাক্ষীর পেটে হাত দেন। যেন ‘বেবি বাম্প’ লুকোচ্ছেন! সোনাক্ষী হেসে ফেলেন এবং মজা করে জাহিরকে মারেন। ২০২৪ সালের ২৩ জুন মুম্বইয়ে প্রিয়জনদের উপস্থিতিতে সই বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এরপর জমকালো রিসেপশনের আয়োজন করেছিলেন মিস্টার অ্যান্ড মিসেস ইকবাল। সত্যিই সোনাক্ষী সন্তানসম্ভবা নাকি পুরোটাই গুঞ্জন, সেই উত্তরের অপেক্ষায় ডিভার অনুরাগীরা। View this post on Instagram A post shared by Sonakshi Sinha (@aslisona) আরও পড়ুন সাগরমুখী বিলাসবহুল বাড়ির স্বপ্নপূরণ, এক ঝলকে জাহির-সোনাক্ষীর নতুন ঠিকানার অন্দরমহল
আরও এক নাশকতার সাক্ষী দেশ। এবার রক্ত ঝরল খাস দিল্লির বুকে। ঐতিহাসিক লালকেল্লা চত্বরে গাড়িতে বিস্ফোরণের জেরে অকালে ঝরে গিয়েছে ১৩টি প্রাণ। আহত আরও অনেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ বিস্ফোরণে জড়িত প্রকৃত দোষীদের রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেও ধন্দ কাটছে না দেশবাসীর। একাধিক প্রশ্ন ভিড় করছে […] The post যে প্রশ্নের উত্তর নেই appeared first on Uttarbanga Sambad .
Jalpaiguri: উঠছিল না ভাড়াটিয়া, ১২ বছর পর কোর্টের নির্দেশে বাড়ি ফিরে পেলেন মধুসূদন
Hooghly: ঘটনার সূত্রপাত ২০০৩ সালে। মধুসূদন চক্রবর্তী নামে এক জনৈক ব্যক্তি তাঁর বাড়িটি বৈদ্যনাথ প্রসাদ শাহকে ছয় মাসের জন্য ভাড়া দেন। কিন্তু সময়ের সঙ্গে ভাড়াটিয়া বাড়িটিকে নিজের দাবি করে বসেন। বারবার বাড়ি খালি করার অনুরোধ করলেও তা উপেক্ষা করেন বলে অভিযোগ। পাড়ার লোকজন স্থানীয় ক্লাবের সদস্য দের নিয়ে বৈঠক এবং আলোচনার পরও সমস্যা সমাধান হয়নি।
মহিলাদের উন্নয়নের এক অন্য দিশারি
শুভেন্দু মজুমদার স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হওয়ার সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষাজগতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। কিন্তু আমরা কি জানি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম? তিনি লীলা নাগ (রায়)। লীলা বেথুন কলেজ থেকে ১৯২১ সালে ইংরাজিতে অনার্স সহ বিএ পাশ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে পদ্মাবতী […] The post মহিলাদের উন্নয়নের এক অন্য দিশারি appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ইট মারলে পাটকেল খেতে হয়’ প্রচলিত প্রবাদকে সত্যি করলেন শোভন চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে স্মরণ করালেন বৈশাখীর জন্য শোভনের ত্যাগ! সরাসরি পার্থর উদ্দেশ্যে প্রশ্ন করলেন, ‘শোভন বান্ধবীর জন্য দলের পদ ছেড়েছিল। আর আপনি?’ The post Baishakhi Banerjee | ‘শোভন বান্ধবীর জন্য পদ ছেড়েছিল আর আপনি? অতীতকে ভুলে গেলেন?’ পার্থকে ধুয়ে দিলেন বৈশাখী appeared first on Uttarbanga Sambad .
Richa Ghosh Latest News: বিশ্বকাপ তো শেষ, এবার কী করবেন রিচা? জানুন হাঁড়ির খবর
Richa Ghosh Latest News: ওডিআই বিশ্বকাপ জয়ের আনন্দে যখন গোটা দেশ উচ্ছ্বসিত, তখন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ ইতিমধ্যেই তাঁর নজর ঘুরিয়ে ফেলেছেন পরবর্তী লক্ষ্যের দিকে। তার পরবর্তী মঞ্চ টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2025)। যা আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। সোজাসাপটা রিচা ২২ বছর বয়সি রিচা শিলিগুড়ির মেয়ে। অল্প বয়সেই ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। একদিনের (ODI) বিশ্বকাপে হেয়ারলাইন ফ্র্যাকচার নিয়েও খেলেছেন দারুণ ইনিংস। এই ব্যাপারে রিচা ঘোষ বলেন, 'আমি দেশের হয়ে খেলছিলাম। তাই আর কিছুই ভাবিনি। দলের ফিজিওরা আমার ওপর ভরসা রেখেছিলেন। সেটাই আমাকে শক্তি দিয়েছে।' বিশ্বকাপে তিনি ১২টি ছক্কা মেরে টুর্নামেন্টে রেকর্ড করেছেন। সেমিফাইনালে তাঁর ১৬ বলে ২৬ এবং ফাইনালে দ্রুত ৩৪ রানের ইনিংস ভারতকে শিরোপা জয়ে সাহায্য করেছে। আরও পড়ুন- টিম ইন্ডিয়ার 'ব্রহ্মাস্ত্র' হতে পারেন এই তারকা ক্রিকেটার! ঘুম উড়েছে দক্ষিণ আফ্রিকার রিচা বলেন, 'টি২০ বিশ্বকাপ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা একদিনের বিশ্বকাপকে ইতিমধ্যেই তালিকা থেকে বাদ দিয়েছি।' আগামী বছর ইংল্যান্ডে হতে চলা টুর্নামেন্টের আগে তিনি এখন ঘরোয়া ক্রিকেটে এবং ওমেনস প্রিমিয়ার লিগ (Women’s Premier League, WPL)-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)-র হয়ে খেলছেন। সেখানে নিজের পারফরম্যান্স ভালো করতে টি২০ ফরম্যাটের জন্য নিজেকে তৈরি করছেন রিচা। আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের কোন ক্রিকেটার হবেন এক্স ফ্যাক্টর? না জানলে পস্তাতে হবে তিনি বলেন, 'টুর্নামেন্ট বা ফরম্যাট যাই হোক না কেন, আমার মূল লক্ষ্য আমার দলকে জিততে সাহায্য করা।' এই মানসিকতা তাঁর ক্রিকেটকে আরও শক্তিশালী করেছে। ওডিআই বিশ্বকাপের পর এখন ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন রিচা ঘোষ। তাঁর ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে ২০২৩ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (Under-19 World Cup) এবং ২০২২ সালের এশিয়ান গেমস (Asian Games)-এর স্বর্ণপদক। এই সাফল্যের ধারায় এবার রিচা চান টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2025) ট্রফিটিও ভারতের হয়ে হাতে তুলতে। আরও পড়ুন- ইডেন টেস্টে নিরাপত্তার 'বজ্র আঁটুনি', বন্ধ শহরের অর্ধেক রাস্তা! কোন পথে যাবেন আপনি? ইংল্যান্ডের উইকেট ও কন্ডিশন সবসময়ই চ্যালেঞ্জিং। তবে রিচা ঘোষের আত্মবিশ্বাস, আগ্রহ এবং অভিজ্ঞতা তাঁকে এই চ্যালেঞ্জ জয় করার পথে সাহায্য করবে। শিলিগুড়ির এই তরুণীর হাতে ভারতীয় মহিলা ক্রিকেটের নতুন যুগের সূচনা হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Newtown: ‘বিডিওই সেদিন থাকতে বলেছিলেন…’, স্বপন কামিল্যা খুনে চাঞ্চল্যকর দাবি ধৃতের
Newtown: ক্যামেরার সামনে কোন কিছু না বললেও, অফ দা রেকর্ড তুফান থাপা জানান, তাঁর ২৮ তারিখে বাগডোগরা টিকিট ছিল। সকাল বেলা বেরিয়ে যাওয়ার সময় বিডিও প্রশান্ত বর্মন যেতে মানা করেন। পরের দিন অর্থাৎ ২৯ তারিখ যাওয়ার কথা বলেন। সেই মতো তিনি থেকে যান বাড়িতে। সেই সময় খাওয়া-দাওয়া চলছি। এর পরেই কোচবিহার ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতির সঙ্গে বেশ কয়েকজন যান, তারপরেই মারধর করা হয়।
Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিম আপনাকে 'রাজা' করবে, পান ৪০ লক্ষ টাকার নিশ্চিত রিটার্ন
Post Office Scheme: আপনি যদি নিরাপদ বিনিয়োগের সন্ধান করে থাকেন এবং সেই সঙ্গে ভালো রিটার্ন চান, তাহলে পোস্ট অফিসের সুপারহিট স্কিম এখন মধ্যবিত্ত পরিবারের কাছে নতুন আশার আলো হয়ে উঠেছে। বিরাট রিটার্নের জন্য পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিম আপনার জন্য হতে পারে একটি দুর্দান্ত বিকল্প। যেখানে আপনি মেয়াদ শেষে পেতে পারে মোটা অঙ্কের রিটার্ন। এই স্কিমে রয়েছে ভারতের সরকারের গ্যারান্টি। তাই এখানে টাকা মার যাওয়ার কোনো ঝুঁকি নেই। এই স্কিম কেবল নিরাপদই নয়, বরং করমুক্ত। এই স্কিমের অধীনে যদি আপনি প্রতি মাসে ১২,৫০০ টাকা বা বার্ষিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ১৫ বছরের মধ্যে আপনার সম্পূর্ণ জমার পরিমাণ হবে ৪০.৬৮ লক্ষ টাকা হবে। এর মধ্যে মূল বিনিয়োগ হবে প্রায় ২২.৫ লক্ষ টাকা, এবং ১৮ লক্ষের বেশি পাবেন করমুক্ত সুদ। PPF স্কিমের অন্যতম বড় সুবিধা হলো এটি তিনগুণ করমুক্ত: অর্থাৎ মূল টাকা, সুদ এবং পূর্ণ মেয়াদপূর্তির পরিমাণ—সবই করমুক্ত। এই স্কিমে বিনিয়োগ শুরু করতে মাত্র ৫০০ টাকাই যথেষ্ট, ফলে নিম্ন আয়ের ব্যক্তিরাও এই স্কিমে টাকা জমাতে পারেন। স্কিমের মেয়াদ ১৫ বছর, যা প্রতি ৫ বছর পর বাড়ানো যেতে পারে। বিশেষ এই স্কিমে বিনিয়োগকারীরা তাদের তহবিলের বিপরীতে লোনও নিতে পারেন এবং প্রথম পাঁচ বছরের পর আংশিক পরিমাণ টাকা তোলার সুবিধাও আছে। ফলে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পাশাপাশি জরুরি পরিস্থিতিতেও কার্যকর একটি স্কিম। সাধারণ বিনিয়োগকারীদের জন্য এটি একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য বিকল্প, বিশেষ করে যারা ঝুঁকি ছাড়া নিশ্চিত রিটার্ন চান। শেয়ার বাজারের মতো অস্থির বাজারের তুলনায় PPF স্কিম নিরাপত্তা এবং লাভের ক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক। আরও পড়ুন- পোস্ট অফিসের সুপারহিট স্কিম! প্রতি মাসে পান ৯,২৫০ টাকার নিশ্চিত আয়ের বিরাট সুযোগ দিল্লি বিস্ফোরণ কান্ড নিয়ে মুখ খুললেন ইজরায়েলি প্রধানমন্ত্রী, মোদীকে বিরাট বার্তা নেতানিয়াহুর 'আমার বউ নেই, একটা বান্ধবী থাকতে পারে না'? জেল মুক্তির পর 'প্রেম' নিয়ে খোলামেলা পার্থ পাকিস্তানের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস, জৈব অস্ত্রে ভারতে গণহত্যার ছক? বিরাট সতর্ক কেন্দ্র 'নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, তৃণমূলের সাপরা বেরিয়ে এসেছে', SIR ইস্যুতে তুলোধনা শুভেন্দুর চিকিৎসার আড়ালে ভারতে জৈশ-এর মহিলা শাখার নেতৃত্বে শাহিন? বোনের গ্রেফতারিতে দাদা কী বলছেন জানেন? “খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায় কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!
পরিবর্তনের বঙ্গে সাজা শুধু গরিবের
তাপস রঞ্জন গিরি প্রাক্তন শিক্ষামন্ত্রী, শাসকদলের একসময়ের ‘হেভিওয়েট’ নেতা পার্থ চট্টোপাধ্যায় সগৌরবে জামিনে মুক্ত হয়ে শোভাযাত্রা করে ঘরে ফিরলেন। তাঁর বিরুদ্ধে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ— লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষকতার চাকরি বিক্রির অভিযোগ, যা হাজার হাজার যোগ্য প্রার্থীর স্বপ্ন ভেঙে দিয়েছে। অথচ, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সেই অভিযুক্ত আজ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এ দৃশ্য […] The post পরিবর্তনের বঙ্গে সাজা শুধু গরিবের appeared first on Uttarbanga Sambad .
Siliguri |সবজির বস্তার আড়ালে পাচারের ছক! বাজেয়াপ্ত ৩২ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
শিলিগুড়ি: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে ৩২ কেজি গাঁজা সহ এক তরুণকে গ্রেপ্তার করল প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতের নাম শশী কাউর। বাড়ি শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে শিলিগুড়ি জংশন এলাকায় ওই তরুণ দু’টি বস্তা নিয়ে বাস ধরার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল (Siliguri)। এই খবর পৌঁছতেই […] The post Siliguri | সবজির বস্তার আড়ালে পাচারের ছক! বাজেয়াপ্ত ৩২ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ appeared first on Uttarbanga Sambad .
Kolkata Metro: আবার আটকে চিংড়িহাটা মেট্রোর কাজ, এবার কীসের আপত্তি?
Kolkata: মূলত, চিংড়িঘাটা এলাকায় ৩৬৬ মিটার না জুড়লে অরেঞ্জ লাইনের কাজ শেষ হচ্ছে না। সেই জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে সবপক্ষ বৈঠকে বসে ৯ সেপ্টেম্বর। সেখানে সিদ্ধান্ত হয় উৎসবের মরশুম মিটে গেলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র থেকে রবিবার রাতে ট্রাফিক ব্লক নিয়ে কাজ শেষ করবে RVNL।
Sunny Deol-Dharmendra: রাগের চোটে অশ্রাব্য গালিগালাজ! ধর্মেন্দ্রর বাড়ির বাইরে রেগে আগুন সানি
Sunny Deol-Dharmendra: বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করার পর থেকে দেওল পরিবার এক কঠিন সময় পার করছে। তাঁর অসুস্থতার খবরের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবর, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এশা দেওল। তাঁরা মিডিয়া এবং পাপারাজ্জিদের দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র সমালোচনা করেন। এদিকে বুধবার সানি দেওলের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তিনি মুম্বাইয়ের বাড়ির বাইরে, দাঁড়িয়ে থাকা আলোকচিত্রীদের উদ্দেশে রাগে চিৎকার করছেন। ভিডিওতে সানিকে বলতে শোনা যায়, তোমাদের কি বাড়িতে মা-বাবা নেই? এত অশালীনভাবে ভিডিও তুলছো, লজ্জা লাগে না? শেষ ২-৩ দিন ধরে যে ধরনের খবর রটেছে, বা যেভাবে পাপারাজ্জিরা তাদের গাড়ির সামনে ভিড় করেছেন, তাতে যে সানি ক্ষুব্ধ- এটুকু পরিস্কার। অভিনেতার প্রয়াণে শোকের ছায়া, চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন কয়েকদিন হাসপাতালে থাকার পর বুধবারই ধর্মেন্দ্রকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শাহরুখ খান, সলমন খান, গোবিন্দা প্রমুখ তারকারা। হাসপাতাল থেকে মুক্তির পর দেওল পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা এখন বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। টাইমস অফ ইন্ডিয়ার উদ্ধৃতি অনুযায়ী, হেমা মালিনী এক সাক্ষাৎকারে জানান, এটা আমাদের জন্য সহজ ছিল না। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। ধর্মজীর স্বাস্থ্য নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম। সন্তানরা ঘুমাতে পারছিল না। এখন তিনি বাড়ি ফিরেছেন, তাই স্বস্তি বোধ করছি। বাকিটা ঈশ্বরের হাতে। সকলের কাছে প্রার্থনা চাইছি তাঁর দ্রুত আরোগ্যের জন্য। Mahesh Bhatt: আলিয়ার বিয়েতে ডাক পাননি, কষ্টে ভাই মহেশের বিরুদ্ধে এ কী শোনালেন মুকেশ...! ধর্মেন্দ্রর ভুয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এশা দেওল ইনস্টাগ্রামে লিখেছিলেন, “মিডিয়া দায়িত্বজ্ঞানহীনভাবে মিথ্যা খবর ছড়াচ্ছে। আমার বাবা স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। সবাইকে অনুরোধ করছি আমাদের গোপনীয়তাকে সম্মান করুন।”
‘থরথর করে কাঁপছিলাম’, শোয়েবের সঙ্গে ডিভোর্সে প্যানিক অ্যাটাকের শিকার হন সানিয়া
আর কী বলেছেন সানিয়া?
Kakdwip: আইনজীবীর চেম্বার ছেলে আইনের ছাত্রীর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের
Kakdwip Body: পুলিশের প্রাথমিক অনুমান, ওই আইনজীবীর সঙ্গে সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছে সোনিয়া। পরিবারের পক্ষ থেকে আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তোলা হয়েছে খুনের অভিযোগ। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কাকদ্বীপ থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে তদন্ত শুরু করেছে।
আমেরিকায় উঠল ‘শাটডাউন’, ট্রাম্পের বিল স্বাক্ষরে কাটল দীর্ঘ অচলাবস্থা, কত ক্ষতি হল?
এবারের 'শাটডাউন' আমেরিকার ইতিহাসে ছিল দীর্ঘতম 'শাটডাউন'।
Govinda wife Sunita: মঙ্গলে ঘটে গিয়েছিল অমঙ্গল। বাড়িতেই আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন গোবিন্দা। সেই মুহূর্তেই তড়িঘড়ি মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেন ভক্তরা। চিন্তিত হয়ে পড়েন কাছের মানুষজন, বন্ধুবান্ধব। ধর্মেন্দ্রকে হাসপাতালে দেখতেও গিয়েছিলেন গোবিন্দা। এরপর কী ভাবে তিনি অসুস্থ হয়ে পড়লেন সেই নিয়ে শুরু হয় জল্পনা। চর্চার মাঝেই অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দাল তাঁর শারীরিক অবস্থা নিয়ে মুখ খোলেন। একইসঙ্গে জানান, গোবিন্দার কঠিন সময়ে পাশে ছিলেন না স্ত্রী সুনীতা। আরও পড়ুন 'অনেক ভুল করেছে আর আমি ক্ষমা করেছি', গোবিন্দার বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন উসকে অকপট সুনীতা রাতের ঘটনাটি কীভাবে ঘটল? বুধবার গভীর রাতে গোবিন্দাকে মুম্বাইয়ের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেতা অসুস্থ বোধ করলে ললিত তাঁকে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকেই গোবিন্দা দুর্বলতা অনুভব করছিলেন। তাঁর কথায়, “সকালে ওঁর একটু শরীর খারাপ লাগছিল আর সন্ধ্যার দিকে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য ডিসওরিয়েন্টেশন হয়েছিল। কিছুক্ষণের জন্য অজ্ঞানও হয়ে গিয়েছিল। পারিবারিক চিকিৎসককে ফোন করলে যে ওষুধ খাওয়ার পরামর্শ দেন সেটি তিনি তখুনি খেয়ে নেন।' আরও জানান, 'গোবিন্দা রাত সাড়ে আটটা থেকে ন'টার মধ্যে ওষুধ খেয়ে ঘুমাতে যান। কিন্তু রাত প্রায় ১২টার দিকে আবার হঠাৎ অস্বস্তি, দুর্বলতা বোধ করেন সেই সঙ্গে শ্বাসকষ্ট। তখন তিনি আমাকে ফোন করেন। আমি ১২টা ১৫ মিনিটে ওঁর বাড়িতে পৌঁছাই এবং চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নিয়ে যাই। রাত একটা নাগাদ ইর্মাজেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়।' এখন কেমন আছেন গোবিন্দা? ললিত আশ্বস্ত করে বলেন, 'এখন গোবিন্দাকে ইমারজেন্সি ওয়ার্ড থেকে রুমে স্থানান্তর করা হয়েছে এবং তিনি আগের তুলনায় অনেকটাই ভাল আছেন। বেশ কয়েকটি স্বাস্থ্যপরীক্ষা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং বিশ্রাম নিচ্ছেন। সকালে কথা হয়েছে। আমাকে বলেছেন যে আগের তুলনায় ভালো লাগছে।' হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গোবিন্দা জানিয়েছেন, অতিরিক্ত শরীরচর্চা করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন। আরও পড়ুন ধনতেরসে সোনার হার উপহার পেতেই খোয়ালেন প্রিয় জিনিস! কী ঘটল গোবিন্দা ঘরনি সুনীতার সঙ্গে? সুনীতা কোথায় ছিলেন? প্রথমে হাসপাতালে গোবিন্দeর পরিবারের কেউ না থাকায় প্রশ্ন ওঠে। এ বিষয়ে ললিত জানান, 'সুনীতা তখন শহরের বাইরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। গভীর রাতে মুম্বইয়ে ফেরেন এবং সকালে হাসপাতালে যান। অন্যদিকে তাঁদের মেয়ে টিনা চণ্ডীগড়ে কাজে ছিলেন। তিনিও সন্ধ্যার মধ্যে মুম্বইয়ে ফিরবেন।' উল্লেখ্য, গোবিন্দা বাড়িও ফিরে গিয়েছেন এবং এখন পরিস্থিতি স্বাভাবিক। আরও পড়ুন রাত ১টায় কেলেঙ্কারি! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন গোবিন্দা
Bihar Vote Result:রাত পোহালেই বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। বিহারের বিধানসভা নির্বাচনের পর ভোটের ফলাফলের দিকে নজর রয়েছে গোটা দেশের। আগামীকাল ১৪ নভেম্বর, শুক্রবার, ভোট গণনা এবং সন্ধ্যার মধ্যেই পরিষ্কার হয়ে উঠবে কার দখলে বিহার। ইতিমধ্যে ভোট গণনার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের ৩৮টি জেলায় মোট ৪৬টি ভোট গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনার সময়, প্রতিটি গণনা হলে ১৪+১ টেবিলের ব্যবস্থা রাখা হয়েছে। ১৪টি টেবিলে ইভিএমের গণনা হবে, আর একটি টেবিল সহকারী নির্বাচনী অফিসার পরিচালনা করবেন। প্রতিটি টেবিলে একজন কাউন্টিং সুপারভাইজার, একজন কাউন্টিং সহকারী এবং একজন মাইক্রো ওভসারভার থাকবেন। ভোট গণনার ফলাফলের অফিসিয়াল তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে। ভোট গণনা সকাল ৮টায় শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে এবং ৮.৩০ থেকে ইভিএম গণনা শুরু হবে। গণনা শুরু হওয়ার দু ঘন্টার মধ্যেই জানা যাবে লেটেস্ট ট্রেন্ড। স্ট্রং রুমে ইভিএম ও ভিভিপ্যাট রাখা হয়েছে কড়া নিরাপত্তায়। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (CAPF) ভেতরের নিরাপত্তার দায়িত্ব পালন করবে, এবং জেলা পুলিশ গণনা কেন্দ্রের বাইরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে। জেলা পর্যায়ে ২৪x৭ ঘণ্টা কন্ট্রোল রুম কাজ করবে এবং প্রয়োজনে যে কোনও তথ্য জেলা কন্ট্রোল রুম বা ডায়াল-১১২-এ দেওয়া যাবে।এই প্রস্তুতির মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চিত করতে চাইছে যে ভোট গণনা স্বচ্ছ ও নিরাপদ হবে এবং রাজ্যে আইন-শৃঙ্খলা অটুট থাকবে। আরও পড়ুন- বিয়ের মরসুমে বিরাট স্বস্তি! হুড়মুড়িয়ে কমল সোনার দাম, কলকাতায় সস্তা হল হলুদ ধাতুর দর উত্তাল ঢাকা, কেন আবারও হিংসার আগুনে জ্বলে উঠল বাংলাদেশ? দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, চার শহরে ধারাবাহিক বিস্ফোরণের ছক? চোখ কপালে তদন্তকারীদের দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের রহস্য উন্মোচন, জঙ্গি হানা মানল সরকার, বিস্ফোরণে ছিন্নভিন্ন 'মাস্টারমাইন্ড' SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন? '১৪-এ ফলাফল, ১৮-তে শপথ'! বিহার ভোটের ফলাফলের আগেই বোমা ফাটালেন তেজস্বী
দর্শকদের মধ্যেই মিশে থাকবে পুলিশ! দিল্লি বিস্ফোরণের পর ইডেনে নজিরবিহীন ‘রণসজ্জা’লালবাজারের
ইতিমধ্যে ইডেন গার্ডেনস পরিদর্শন করেন কলকাতা পুলিশ কমিশনার
আইনজীবীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন? কাকদ্বীপে চেম্বারেই মিলল আইনের ছাত্রীর মৃতদেহ
ওই আইনজীবীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
Matelli |আইভিল মোড় সংলগ্ন এলাকায় আটকে একপাল হাতি! দেখতে ভিড় উৎসুক জনতার
মেটেলি: বৃহস্পতিবার সাতসকালে চালসা-মেটেলি রাজ্য সড়কের (Matelli) আইভিল মোড় সংলগ্ন আটকে পড়ল একপাল হাতি (Elephant herd)। আর সেই হাতিগুলিকে দেখতে ভিড় জমালেন পথচলতি জনগণ সহ পর্যটকরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া স্কোয়াডের বনকর্মী ও মেটেলি থানার পুলিশ। বর্তমানে হাতির পালটির উপর নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে, এলাকায় শাবক সহ মোট ১৫ থেকে ২০টি হাতি রয়েছে। […] The post Matelli | আইভিল মোড় সংলগ্ন এলাকায় আটকে একপাল হাতি! দেখতে ভিড় উৎসুক জনতার appeared first on Uttarbanga Sambad .
America |৪২ দিন পর আমেরিকায় উঠল শাটডাউন
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘স্পেন্ডিং বিল’ বা ব্যয় বরাদ্দ নিয়ে আমেরিকায় (America) একমত হতে পারেননি রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা। তার জেরে ১ অক্টোবর থেকে আমেরিকায় শুরু হয়েছিল শাটডাউন (Shutdown)। অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে যায় ট্রাম্প প্রশাসন। অবশেষে বুধবার সেই অচলাবস্থা কাটল। ওইদিন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ নতুন স্পেন্ডিং বিল পাশ হল। এরপর তা পাঠিয়ে […] The post America | ৪২ দিন পর আমেরিকায় উঠল শাটডাউন appeared first on Uttarbanga Sambad .
Delhi Blast |দিল্লিতে বিস্ফোরণের ষড়যন্ত্রে শামিল আরও এক চিকিৎসক! কানপুর থেকে আটক করল এটিএস
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় এবার উত্তরপ্রদেশের কানপুর থেকে আরও এক চিকিৎসককে আটক করল সন্ত্রাসদমন শাখা (এটিএস)। বৃহস্পতিবার ভোরে কানপুরে এক ভাড়াবাড়ি থেকে ওই তরুণকে আটক করা হয়। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সূত্রের খবর, আটক চিকিৎসকের নাম মহম্মদ আরিফ। কানপুরের অশোকনগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। বৃহস্পতিবার ভোরে সেখান থেকেই তাঁকে […] The post Delhi Blast | দিল্লিতে বিস্ফোরণের ষড়যন্ত্রে শামিল আরও এক চিকিৎসক! কানপুর থেকে আটক করল এটিএস appeared first on Uttarbanga Sambad .
দিল্লি বিস্ফোরণ জড়িয়ে গেল তবলিঘি জামাতের নাম, ভাইরাল ফুটেজে চাঞ্চল্য
'করোনা জেহাদে'র পর এবার সরাসরি সন্ত্রাসবাদী কার্যকলাপে নাম ধর্মীয় সংগঠনের!
Delhi Terror Plan: জেরায় আরও জানা গিয়েছে যে গোটা সন্ত্রাস পরিকল্পনা বাস্তবায়িত করতে ধাপে ধাপে বিস্তারিত প্ল্যান কষেছিল তারা। পাঁচ ধাপে দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণের ছকে প্রথম ধাপ ছিল জইশ ও আনসার ঘাজয়াত-উল-হিন্দের মদতে মডিউল তৈরি।
এ যেন অকাল হোলি! KIFF-এ আবিরের প্যাকেট উপহার দিচ্ছেন মুম্বইয়ের পরিচালক, কেন?
নেপথ্যে কি নতুন কোনও চমক?
Dharmendra Health: সোমবার দুপুর গড়িয়ে বিকেল হতেই ধর্মেন্দ্রর অসুস্থতার খবরে তোলপাড়। সেই দিন রাতেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বীরুকে দেখতে ভিড় জমান সেলেবরা। মঙ্গলের সকাল থেকে নেটভুবনে ছড়িয়ে পড়ে ধর্মেন্দ্রর প্রয়াণের খবর। হেমা মালিনী ও এষা দেওল সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, মৃত্যুর ভুয়ো খবর যেন এভাবে ছড়ানো না হয়। সানি দেওলের ম্যানেজারও বারবার বলেছেন, ধর্মেন্দ্র ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বুধবার কড়া নিরাপত্তায় বাড়ি ফেরেন বীরু আর চিকিৎসাও হবে বাড়িতেই। সংবাদমাধ্যমের সামনে ধর্মেন্দ্রর চিকিৎসক জানিয়েছেন পরিবার সিদ্ধান্ত নিয়েছে ধর্মেন্দ্রকে বাড়িতেই রাখবেন। এক নতুন সাক্ষাৎকারে তাঁর স্ত্রী এবং অভিনেত্রী হেমা মালিনী অভিনেতার লেটেস্ট হেলথ আপডেট শেয়ার করেছেন। বলিউডের ড্রিম গার্ল জানিয়েছেন, সন্তানরা বিনিদ্রযাপন করেছেন। তবে স্বস্তি পাচ্ছেন এই ভেবে যে এখন হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। আরও পড়ুন ধর্মেন্দ্রর অবস্থা সংকটজনক, চর্চার মাঝে হাসপাতালে হেমা, অভিনেতার স্বাস্থ্য নিয়ে কী বললেন ড্রিম গার্ল? টাইমস অফ ইন্ডিয়া-র খবর অনুযায়ী সুবাস কে. ঝা-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা মালিনী বলেন, 'আমার জন্য এটা খুব কঠিন সময় ছিল। ধরমজি-র স্বাস্থ্য নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম। ওঁর সন্তানরা একদমই ঘুমাতে পারছে না। কিন্তু, আমি তো ভেঙে পড়তে পারি না। কারণ আমার ওপর অনেক দায়িত্ব। কিন্তু হ্যাঁ, আমি খুশি যে উনি বাড়ি ফিরে এসেছেন। আমরা সবাই খুবই স্বস্তি পেয়েছি যে উনি এখন আর হাসপাতালে নেই। ওঁর প্রিয় মানুষদের মাঝে থাকাটাই ভাল। বাকিটা তো ঈশ্বরের হাতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।' আরও পড়ুন 'ধর্মেন্দ্রর মতো আইকনকে নিয়ে দয়া করে...', মৃত্যুর গুজব রটতেই কী পদক্ষেপ IFTDA-এর? এর আগে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ডা. প্রতীত সামদানি পিটিআই-কে জানান,'ধর্মেন্দ্রজি আজ সকাল প্রায় ৭টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ওঁর চিকিৎসা বাড়িতেই চলবে।' সম্প্রতি ৯০ বছর বয়সী অভিনেতা প্রেম চোপড়াও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে নিজের স্বাস্থ্যের থেকে বেশি উদ্বিগ্ন ছিলেন সহ-অভিনেতা ধর্মেন্দ্রর জন্য। আরও পড়ুন হেমা মালিনী বা মীনা কুমারী না, ধর্মেন্দ্রর প্রথম প্রেম কে? প্রেমের জামাই বিকাশ ভল্লা টাইমস অফ ইন্ডিয়া-কে জানান, প্রেম কেবলমাত্র কিছু রুটিন চেক-আপ এবং হালকা সংক্রমণের জন্য ভর্তি হয়েছিলেন এবং তিনি একেবারেই সুস্থ আছেন। বিকাশ বলেন, 'আমি আজ সকালে যখন দেখা করতে গিয়েছিলাম উনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং খুবই আনন্দে ছিলেন। কিন্তু ধর্মেন্দ্রজির স্বাস্থ্যের কথা শুনে খুবই চিন্তিত ছিলেন।'
কল্যাণকে এড়িয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে মিটিংয়ে বসছে ক্লাবগুলি, সমাধান কি মিলবে?
আই লিগ ক্লাবগুলি কেন ফেডারেশনকে বাইপাস করে সরাসরি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইল?
West Bengal Weather: শীত নিয়ে এবার নতুন কী আপডেট দিল হাওয়া অফিস?
West Bengal, Kolkata Weather Report: আবহাওয়া অফিসের পূর্বভাস, আগামী ছয় থেকে সাতদিন দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে। রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে।
Mahesh Bhatt: আলিয়ার বিয়েতে ডাক পাননি, কষ্টে ভাই মহেশের বিরুদ্ধে এ কী শোনালেন মুকেশ...!
Mahesh Bhatt: নব্বই এবং ২০০০-এর দশকে, বলিউডে 'বিশেষ ফিল্মস' ছিল এক সোনালি অধ্যায়ের নাম- মহেশ ভাট এবং মুকেশ ভাটের যৌথ প্রযোজনা ব্যানার, যা একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিল। আশিকি, সড়ক, রাজ এবং মার্ডার— এই ব্যানারের অধীনে নির্মিত ছবিগুলি শুধু বক্স অফিসে নয়, সংগীতপ্রেমীদের মনেও গভীর ছাপ ফেলেছিল। বিশেষ ফিল্মস ধীরে ধীরে এমন এক প্রযোজনা সংস্থায় পরিণত হয়েছিল, যা ভাল গল্প এবং উৎকৃষ্ট মানের সঙ্গীত উপহার দিত দর্শককে। তবে ২০২১ সালে, দীর্ঘদিনের এই পারিবারিক এবং পেশাগত অংশীদারিত্বে ফাটল ধরে। ভাইদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, এবং মহেশ ভাট সংস্থা থেকে সরে আসেন। এর পর থেকে সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশ ভাট এই বিচ্ছেদ এবং তার আবেগের দিকটি খোলাখুলি তুলে ধরেন। অভিনেতার প্রয়াণে শোকের ছায়া, চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন লেহরেন রেট্রোর সঙ্গে আলাপে তিনি বলেন, “আমি যদি বলি খারাপ লাগেনি, তাহলে মিথ্যা বলব। অবশ্যই খারাপ লেগেছিল। আমি আলিয়াকে খুব ভালোবাসি, শুধু তাকে নয়, শাহীনকেও। তাই যখন আলিয়া বিয়ে করল, তখন মনে হচ্ছিল আমার নিজের মেয়ের বিয়ে হচ্ছে। আমি সেখানে থাকতে চেয়েছিলাম।” তিনি আরও জানান, রণবীর কাপুর এবং আলিয়ার মেয়ে রাহার সঙ্গেও তার এখনও দেখা হয়নি। “যখন জানলাম আলিয়া মা হতে চলেছে, তখন সত্যিই মনে হচ্ছিল চোখে জল এসে যাবে রাহাকে দেখার পর। তিনি বলেন, আমি বাচ্চাদের খুব ভালোবাসি।” Shah Rukh Khan-Mannat: শাহরুখের মন্নতের দাম জানেন? চোখ কপালে উঠবে শুনলে তবে মুকেশ আলিয়ার সঙ্গে যোগাযোগ না করার কারণও স্পষ্ট করেছেন। তার কথায়, “আমি চাইনি তাকে অস্বস্তিতে ফেলতে। আমি জানি, যদি আমি দেখা করতে যাই, তাহলে সে হয়তো অস্বস্তি বোধ করবে। এটাও ভাববে, যে তার বাবা (মহেশ ভাট) কীভাবে নেবেন সেটা। তবুও আমি মন থেকে ওদের জন্য প্রার্থনা করেছি, আশীর্বাদ পাঠিয়েছি।” এদিকে, চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাটও এই পারিবারিক টানাপোড়েনের কথা প্রকাশ করেছেন। তিনি স্মরণ করেন, একদিন ভাট সাহেব আমাকে বলেছিলেন— ‘তুমি কোম্পানি ছেড়ে দাও। আমার ভাই আমাকে বছরের পর বছর ধরে শোষণ করেছে, আমি চাই না সে তোমাকেও শোষণ করুক।’”
স্পিন দুর্বলতা ঢাকতে ইডেনে ‘গুরুগম্ভীর’অনুশীলনে ক্যাপ্টেন গিল, ভুল শুধরে দিলেন কোচ নিজে
নিজেদের স্পিনের ফাঁসে নিজেরাই ফাঁসবে না তো ভারত?
Gold and Silver Rates Today, November 13: গত কয়েকদিন ধরে সোনার ক্রমবর্ধমান দাম থেকে আজ কিছুটা হলেও স্বস্তি মিলেছে। ১৩ নভেম্বর সারা দেশে সোনার দাম বেশ খানিকটা কমেছে, যদিও রূপার দাম অনেকটাই বেড়েছে। রাজধানী দিল্লি থেকে মুম্বই, চেন্নাই এবং কলকাতা পর্যন্ত ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম কমেছে। এদিকে, রূপার দাম প্রতি কেজি ১,৬২,১০০ টাকায় পৌঁছেছে। আজ দিল্লিতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ১,২৫,৬৫০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ১,১৫,১৯০ টাকা। মুম্বই, চেন্নাই এবং কলকাতায়, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ১,১৫,৮৫০ টাকা। এদিকে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ১,২৫,০২০ টাকা। ভারতে সোনার দাম দেশের ১০টি প্রধান শহরের আজকের সোনার দাম (১৩ নভেম্বর, ২০২৫) দিল্লি: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২৫,৬৫০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১৫,১৯০ টাকা মুম্বই: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২৫,৫০০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১৫,০৪০ টাকা আহমেদাবাদ : ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২৫,৫৫০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১৫,০৯০ টাকা চেন্নাই: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২৫,৫০০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১৫,০৪০ টাকা কলকাতা: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২৫,৫০০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১৫,০৪০ টাকা হায়দ্রাবাদ: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২৫,৫০০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১৫,০৪০ টাকা জয়পুর: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২৫,৬৫০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১৫,১৯০ টাকা ভোপাল: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২৫,৫৫০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১৫,০৯০ টাকা লখনউ: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২৫,৬৫০ | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১৫,১৯০ চণ্ডীগড়: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২৫,৬৫০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১৫,১৯০ টাকা আজ ভারতে রূপার দাম (১৩ নভেম্বর ২০২৫): ১৩ নভেম্বর রূপার দাম অনেকটাই বেড়েছে। ভারতে আজ রূপার দাম প্রতি কিলোগ্রামে ১৬২,১০০ টাকায় পৌঁছেছে। এদিকে, আন্তর্জাতিক বাজারে রূপার স্পট দাম ০.৮৬% বেড়ে প্রতি আউন্সে ৫১.৬৬ ডলারে দাঁড়িয়েছে। আরও পড়ুন- উত্তাল ঢাকা, কেন আবারও হিংসার আগুনে জ্বলে উঠল বাংলাদেশ? দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, চার শহরে ধারাবাহিক বিস্ফোরণের ছক? চোখ কপালে তদন্তকারীদের দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের রহস্য উন্মোচন, জঙ্গি হানা মানল সরকার, বিস্ফোরণে ছিন্নভিন্ন 'মাস্টারমাইন্ড' SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন? '১৪-এ ফলাফল, ১৮-তে শপথ'! বিহার ভোটের ফলাফলের আগেই বোমা ফাটালেন তেজস্বী
South 24 Parganas: আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ, কমিশনের দ্বারস্থ
South 24 Parganas: দিল্লিতে সালেমা গাজির সঙ্গে পরিচয় হয় শফিকের। বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতেন শফিক। সালেমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ক্যানিংয়ে চলে যান তিনি। সেখানে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকে সফিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালেমার কাকা জয়নাল গাজির পরিচয় পত্র ভাঁড়িয়ে তাঁকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করেছে শফিক।
খড়গপুর আইআইটি ক্যাম্পাসে কুকুরের ‘রহস্যমৃত্যু’, থানায় অভিযোগের পর হল ময়নাতদন্ত
বিষয়টি জানাজানি হতে ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়েছে।
‘এতদিনে পুরুষ হতে পেরেছেন…’, অর্পিতার সঙ্গে তুলনা টানায় পার্থকে তুলোধোনা বৈশাখীর
'শোভন বান্ধবীর জন্য পদ ছেড়েছে, আর আপনি...', পার্থকে খোঁচা বৈশাখীর।
উত্তাল ঢাকা, কেন আবারও হিংসার আগুনে জ্বলে উঠল বাংলাদেশ?
বৃহস্পতিবার, আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউনের আগে ধোলাইপাড় এলাকায় একটি যাত্রী বোঝাই বাসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) কমিশনার সাংবাদিক সম্মেলনে শহরের আইন-শৃঙ্খলা “সম্পূর্ণ নিয়ন্ত্রণে” রয়েছে বলে দাবি করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬:৩০ টা নাগাদ। বাসে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বিভাগের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগের আধিকারিক খালিদা ইয়াসমিন জানান, আগুন লাগার খবর ৬:১৮ মিনিটে পাই। ৬:৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আশার বিষয়, এ ঘটনার ফলে কেউ আহত হয়নি। গত তিন দিনে রাজধানী ঢাকার পাশাপাশি অন্যান্য শহরেও ধারাবাহিক বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। সোমবার সকালে গ্রামীণ ব্যাংকের সদর দফতরের কাছে প্রথম বোমা বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার রাতেও একটি স্কুলে পেট্রোল বোমা দিয়ে হামলার ঘটনা ঘটে। ঢাকা পুলিশ জানিয়েছে, এসব হামলার উদ্দেশ্য ছিল বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত “লকডাউন”-এর আগে জনসাধারণকে আতঙ্কিত করা। তাছাড়া, মঙ্গলবারের প্রেস কনফারেন্সে DMP কমিশনার শেখ মহম্মদ সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীর আইন-শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং ১৩ নভেম্বর নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এদিকে ঢাকা লকডাউনকে কেন্দ্র করে রাজধানীতে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ এবং বিজিবি মোতায়েন হয়েছে। শেখ হাসিনার আওয়ামী লীগ ঢাকায় লকডাউন আহ্বান করার কারণে শহরের প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তাঁর শীর্ষ সহযোগীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে। প্রাক্তন প্রধানমন্ত্রী, গত বছরের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তাঁর বিরুদ্ধে হত্যা এবং ষড়যন্ত্রসহ বহু অভিযোগ এনেছে ইউনূস সরকার। আরও পড়ুন- দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, চার শহরে ধারাবাহিক বিস্ফোরণের ছক? চোখ কপালে তদন্তকারীদের দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের রহস্য উন্মোচন, জঙ্গি হানা মানল সরকার, বিস্ফোরণে ছিন্নভিন্ন 'মাস্টারমাইন্ড' SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন? '১৪-এ ফলাফল, ১৮-তে শপথ'! বিহার ভোটের ফলাফলের আগেই বোমা ফাটালেন তেজস্বী
Medinipur: SIR-এর কাজে বেনিয়মে নজরদারি? এবার বিজেপির কল সেন্টার
SIR in WB: প্রত্যেক এলাকায় বিএলএ ২-রা সুষ্ঠুভাবে কাজ করতে পারছে কিনা, কাজ করার ক্ষেত্রে কোথাও সমস্যায় পড়তে হচ্ছে কিনা, বিএলও সঠিকভাবে কাজ করছে কিনা, সঠিকভাবে এনুমারেশন ফর্ম বিতরণ করা হচ্ছে কিনা এরকম একাধিক তথ্য সংগ্রহ করছেন কলাররা।
পুরুলিয়ায় ৬ শতাংশের বেশি ভোটারের হাতে পৌঁছায়নি ফর্ম, তথ্য আপলোডে হোঁচট বিএলও-দের
ডিজিটাইজেশনের প্রশিক্ষণ হয়নি একাধিক ব্লকে, নেই হেল্প ডেস্ক।
Dhaka |হাসিনার ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া নিয়ে তীব্র আপত্তি জানাল ঢাকা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক বছরের বেশি সময় আগে বাংলাদেশ (Bangladesh) থেকে শেখ হাসিনা (Sheikh Hasina) ক্ষমতাচ্যুত হয়েছেন। তারপর থেকে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এবার হাসিনাকে ভারতের মাটিতে বসে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সুযোগ দেওয়া নিয়ে আপত্তি তুলল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশর অন্তর্বর্তী সরকার। বুধবার ঢাকায় (Dhaka) ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন ভাদেকে ডেকে পাঠায় বাংলাদেশের […] The post Dhaka | হাসিনার ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া নিয়ে তীব্র আপত্তি জানাল ঢাকা appeared first on Uttarbanga Sambad .
Delhi Blast |বিকট শব্দে কাঁপল দিল্লির মহিপালপুর! ফের বিস্ফোরণ? ঘটনাস্থলে ছুটল পুলিশ-দমকল
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিকট শব্দে কেঁপে উঠল দিল্লি! বৃহস্পতিবার সকালে মহিপালপুরে র্যাডিসন হোটেলের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায় (Delhi Blast)। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর। বিস্তারিত আসছে… The post Delhi Blast | বিকট শব্দে কাঁপল দিল্লির মহিপালপুর! ফের বিস্ফোরণ? ঘটনাস্থলে ছুটল পুলিশ-দমকল appeared first on Uttarbanga Sambad .
গুজব নয়, এবার সত্যিই অন্তঃসত্ত্বা সোনাক্ষী! সলমনের ‘দাবাং ট্যুর’থেকে বাদ পড়তেই জল্পনা তুঙ্গে
অভিনেত্রীকে ঘিরে তুঙ্গে জল্পনা।
দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর তথ্য এল তদন্তকারীদের হাতে। চার শহরে ধারাবাহিক বিস্ফোরণের ছক। দিল্লির লাল কেল্লার কাছে সন্ত্রাসী হামলার তদন্তে ক্রমাগত বড় তথ্য উঠে আসছে। তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছে, শুধুমাত্র দিল্লি নয়, আরও চারটি শহরে একযোগে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। প্রায় আটজন সন্দেহভাজন জঙ্গি এই চারটি শহরে ধারাবাহিক হামলা চালানোর পরিকল্পনা করেছিল। আরও পড়ুন- দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের রহস্য উন্মোচন, জঙ্গি হানা মানল সরকার, বিস্ফোরণে ছিন্নভিন্ন 'মাস্টারমাইন্ড' দিল্লি পুলিশ সূত্রে খবর, আটজন চারটি দল ভাগ হয়ে হামলা চালানোর ছক কষেছিল। প্রতিটি দলে দুজন করে সদস্য ছিলেন। প্রতিটি দলকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্লাস্টের নির্দেশ দেওয়া হয়েছিল। নিরাপত্তা সংস্থাগুলি এখন সন্দেহভাজনদের কার্যকলাপ এবং নেটওয়ার্ককের সন্ধানের শুরু করেছে জোর তল্লাশি। আরও পড়ুন- SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন? দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণটি এতটাই ভয়াবহ ছিল যে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তিন দিন পর, ১৩ নভেম্বর, লাজপত রায় বাজারের কাছে কিছু মানবদেহের অংশ উদ্ধার করা হয়। পাশেই অবস্থিত তিনতলা জৈন মন্দিরের পাশেই মানবদেহের অংশগুলি পাওয়া যায়। উদ্ধারকৃত দেহের অংশগুলি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যাতে অজ্ঞাত পরিচয় মৃতদের শনাক্ত করা যায় এবং তাদের মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা যায়। তদন্তে আরও জানা গেছে, i20 গাড়িটি চালাচ্ছিলেন ডঃ ওমর। একটি ডিএনএ রিপোর্টে নিশ্চিত হয়েছে, i20 গাড়ি থেকে উদ্ধার হওয়া হাড় ও দাঁতের নমুনা ডঃ ওমরের মায়ের ডিএনএ নমুনার সঙ্গে মিলে গেছে। এটি ডঃ ওমরের মূল হামলাকারী হিসেবে পরিচয় নিশ্চিত করেছে তদন্তকারীরা। আরও পড়ুন- '১৪-এ ফলাফল, ১৮-তে শপথ'! বিহার ভোটের ফলাফলের আগেই বোমা ফাটালেন তেজস্বী
Bengal SIR 2025: রাজ্যে কত মৃত ভোটারের নাম আধার থেকে বাদ? কমিশনকে তথ্য দিল UIDAI
Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR)-এর কাজ। এর মাঝে কমিশনকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। UIDAI জানিয়েছে, ২০০৯ সালের জানুয়ারিতে আধার কার্ড চালু হওয়ার পর থেকে রাজ্যে প্রায় ৩৪ লক্ষ আধার কার্ডধারীর মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ১৩ লক্ষ ব্যক্তি ছিলেন, যাদের কখনো আধার কার্ড ছিল না, কিন্তু ইতিমধ্যে তারা মৃত। আরও পড়ুন- SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন? এই তথ্য রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (CEO) মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে UIDAI-এর বৈঠকে শেয়ার করা হয়েছে। জেলায় জেলায় চলছে এনুমারেশন ফর্ম বিলির কাজ। এর মাঝে UIDAI-এর শেয়ার করা এই তথ্য বিশেষ কাজে আসবে বলে মনে করছে কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সমস্ত রাজ্যের CEO-দের আধার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভোটার তালিকার তথ্য যাচাই এবং অসঙ্গতি চিহ্নিত করতে বলা হয়েছিল। আরও পড়ুন- দিল্লির পর এবার বাংলায় উদ্ধার বিপূল পরিমাণ বিস্ফোরক, চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভূতুড়ে ভোটার, মৃত ভোটার, অনুপস্থিত ভোটার এবং দুই বা ততোধিক স্থানে নাম থাকার একাধিক অভিযোগ বহুবার সামনে এসেছে। CEO-র অফিসের একজন শীর্ষ কর্মকর্তা বুধবার জানান, “মৃত নাগরিকদের তথ্য নির্বাচন কমিশনকে ভোটার তালিকা থেকে ভুল ও অযথা ব্যাক্তির নাম বাদ দিতে বিশেষ সাহায্য করবে। আরও পড়ুন- দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের রহস্য উন্মোচন, জঙ্গি হানা মানল সরকার, বিস্ফোরণে ছিন্নভিন্ন 'মাস্টারমাইন্ড' নির্বাচনী কর্মকর্তারা জানান, অধিকাংশ ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত থাকায় ব্যাংক থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। শীর্ষ কর্মকর্তা বলেন, “যেসব ব্যাংক অ্যাকাউন্টের KYC বহু বছর ধরে আপডেট হয়নি, তা মৃত ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করছে, যাদের নাম এখনও ভোটার তালিকায় রয়েছে।” রাজ্য জুড়ে চলেছে SIR প্রক্রিয়া। বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজ করছেন। ২০২৫ সালের ভোটার তালিকার ভিত্তিতে চলছে এনুমারেশন ফর্ম বিলির কাজ । CEO-র অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৮টা পর্যন্ত রাজ্যে প্রায় ৬.৯৮ কোটি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। খসড়া তালিকায় ভূতুড়ে, মৃত বা দুই বা ততোধিক স্থানে কোন ব্যাক্তির নাম থাকলে সংশ্লিষ্ট BLO-দের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছে কমিশন। নির্বাচনী কর্মকর্তারা ERO-দের সতর্ক করে বলেছেন যে যাচাই প্রক্রিয়ায় যথাযথ সতর্কতা ও নির্ভুলতা বজায় রাখতে হবে। আরও পড়ুন- '১৪-এ ফলাফল, ১৮-তে শপথ'! বিহার ভোটের ফলাফলের আগেই বোমা ফাটালেন তেজস্বী
Delhi Blast: লালকেল্লার পর এবার র্যাডিসন হোটেল, ফের দিল্লিতে বিস্ফোরণ! ছুটল পুলিশ
Delhi News: সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ দমকলের কাছে খবর যায়। পুলিশও ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। তিন দিন আগেই দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়, যাতে প্রাণ হারান কমপক্ষে ১২ জন।
India vs South Africa Latest News Update: কলকাতার ইডেন গার্ডেন — শুধু একটা ক্রিকেট স্টেডিয়াম নয়, ভারতের ক্রিকেট ইতিহাসের এক অনুভূতির নাম। এই মাঠে জন্ম নিয়েছে অনেক কিংবদন্তি মুহূর্ত, তৈরি হয়েছে অনেক রোম্যান্স। এবার সেই মাটিতেই শুরু হতে যাচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ১ম টেস্ট (India vs South Africa 1st Test)। আর এই ম্যাচের দিকেই তাকিয়ে আছে গোটা ক্রিকেটবিশ্ব। কারণ, এটি কোচ গৌতম গম্ভীরের কাছে বিরাট চ্যালেঞ্জ। ইডেনের পিচের চরিত্র ইডেনের পিচ সাধারণত হালকা সবুজ ঘাসে ঢাকা থাকে, যেখানে প্রথম দু’দিন পেসারদের জন্য সামান্য মুভমেন্ট থাকে। কিন্তু, পিচ তৃতীয় দিন থেকে ধীরে ধীরে শুকিয়ে গেলে স্পিনারদের সহায়তা করে। পিচে বাউন্স ভালো, টার্ন মাঝারি, ফলে ওভারস্পিনাররা এখানে সফল হন। হরভজন সিং একসময় এই মাঠে হ্যাটট্রিক করেছিলেন— তাঁর মতোই ড্রিফট ও ওভারস্পিনে নির্ভর করেন ওয়াশিংটন সুন্দর। আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের কোন ক্রিকেটার হবেন এক্স ফ্যাক্টর? না জানলে পস্তাতে হবে সুন্দরকে শুধু স্পিনার হিসেবে নয়, একজন অলরাউন্ডার হিসেবেও দেখা হচ্ছে। নিউজিল্যান্ড সিরিজে তাঁর ১৬ উইকেট এসেছে নিখুঁত লাইন, ফ্লাইট এবং ওভারস্পিনে। তিনি বলকে বেশি ঘোরান না, বরং ড্রিফট আর সঠিক বাউন্স দিয়ে ব্যাটসম্যানদের ফাঁদে ফেলেন। ইডেনের পিচে বাতাসের বয়ে যাওয়া (বিশেষ করে দুপুরের দিকে হুগলি নদীর দিক থেকে আসা হাওয়া) তাঁর ড্রিফটকে আরও কার্যকর করে তুলতে পারে। তাই কোচ গম্ভীরও চাইবেন পিচটি তৃতীয় দিন থেকে ধীরে ধীরে স্পিনারদের সহায়তা করুক। আরও পড়ুন- ইডেন টেস্টে নিরাপত্তার 'বজ্র আঁটুনি', বন্ধ শহরের অর্ধেক রাস্তা! কোন পথে যাবেন আপনি? গম্ভীর চান না ম্যাচের প্রথম দিন থেকেই পিচ একদম টার্ন করতে শুরু করুক। তাঁর ভাবনা অনুযায়ী 'ভালো টেস্ট উইকেট' মানে এমন একটা পিচ, যেখানে প্রথম দু’দিন পেসাররা বল ঘোরাতে পারে, কিন্তু শেষ দুই দিনে স্পিনাররা ম্যাচের রং বদলে দিতে পারে। এই ব্যালান্সটাই তৈরি করতে পারে সুন্দর ও জাদেজা জুটি। পিচে যদি বাউন্স থাকে, তবে সুন্দর তাঁর ওভারস্পিনে বিপক্ষ ব্যাটসম্যানদের চাপে রাখতে পারবেন। আরও পড়ুন- ইডেনের পিচ বিতর্ক থেকে রোনাল্ডোর অবসর গুঞ্জন, একনজরে দিনের সেরা ৫ খবর ইডেনের পিচে প্রথম সকালগুলোতে মেঘলা আবহাওয়া থাকলে শামি ও উমেশ যাদব খুব বিপজ্জনক হতে পারেন। তাঁদের রেকর্ড এই মাঠে দুর্দান্ত— শামির ২৩ উইকেট ১৯ গড় এবং উমেশের ১৮ উইকেট এসেছে ১৬ গড়ে। বল পুরোনো হলে, রিভার্স সুইং ম্যাচের রং বদলে দিতে পারে। আরও পড়ুন- জীবনের চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! হা-হুতাশ করছে ফুটবল বিশ্ব ইডেন মানেই স্পিনের রোম্যান্স। হরভজন সিংয়ের পর হয়তো ইডেনের নতুন নায়ক হয়ে উঠতে পারেন ওয়াশিংটন সুন্দর। তাঁর ঠান্ডা মাথা, নির্ভুল লাইন, আর ব্যাটিং দক্ষতা ভারতের ব্যালান্স বজায় রাখবে। যদি তিনি প্রথম ইনিংসে উইকেট তুলতে পারেন, তবে গম্ভীর যুগের সূচনা হবে ইডেনের হাসিতে ভরে। এই টেস্টের ফল যাই হোক, ইডেনের পিচ এখন কেমন আচরণ করে তা-ই স্থির করবে ভারতের ভবিষ্যৎ হোম পিচ নীতি। গম্ভীরের নেতৃত্বে ভারত যদি এই ম্যাচ জিতে যায়, তবে ওয়াশিংটন সুন্দর হয়ে উঠতে পারেন কলকাতার নতুন হিরো।
অভিনেতার প্রয়াণে শোকের ছায়া, চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন
আন্তর্জাতিকভাবে প্রশংসিত কন্নড় সিনেমা থিথি-তে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত প্রবীণ অভিনেতা, গড্ডাপ্পা বুধবার কর্ণাটকের মান্ড্যা জেলার নোড কোপ্পালু গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। গড্ডাপ্পা, যার আসল নাম ছিল চান্নেগৌড়া, দীর্ঘদিন ধরে হাঁপানি এবং হৃদরোগসহ বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে ভুগছিলেন।পরিবারের সদস্যদের মতে, গত কয়েক মাস ধরে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রায় এক মাস আগে পড়ে গিয়ে কোমরে আঘাত পান তিনি, যার পর তাঁর অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসা সত্ত্বেও অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি নিজের বাড়িতেই মৃত্যুবরণ করেন। তাঁর মেয়ে শোভা জানিয়েছিলেন, গতকাল সন্ধ্যায় নোড কোপ্পালু গ্রামেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। Shah Rukh Khan-Mannat: শাহরুখের মন্নতের দাম জানেন? চোখ কপালে উঠবে শুনলে চান্নেগৌড়া নামে জন্ম হয় তার। গড্ডাপ্পা ২০১৫ সালে, রাম রেড্ডি পরিচালিত থিথি ছবিতে অভিনয়ের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। ছবিতে তিনি একজন মুক্তমনা বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি সমাজের প্রচলিত নিয়ম-কানুনকে উপেক্ষা করে নিজের মতো করে জীবন যাপন করেন। ছবিটি কর্ণাটকের গ্রামীণ জীবনের বাস্তবতা এবং রসিকতাকে নিখুঁতভাবে তুলে ধরেছিল এবং বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছিল। থিথি লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ একাধিক আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার জেতে এবং ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সম্মানিত হয়। থিথি-এর পর গড্ডাপ্পা, থারলে ভিলেজ, এন নিন প্রবলেমু, জনি মেরা নাম এবং হাল্লি পঞ্চায়েতি-সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন। তাঁর অভিনয় সর্বদাই গ্রামীণ জীবনের সরলতা ও বাস্তবতার প্রতিফলন ঘটিয়েছে। খ্যাতির শীর্ষে পৌঁছেও তিনি নিজের গ্রামেই সাধারণ জীবনযাপন অব্যাহত রাখেন, যা তাঁকে আরও জনপ্রিয় করে তোলে। Farha Khan: ব্যর্থতা পেরিয়ে IVF-র মাধ্যমে ৩ সন্তানের মা হন, কীভাবে শারীরিক যন্ত্রণা সামলেছিলেন ফারহা? কন্নড় চলচ্চিত্র জগৎ, গড্ডাপ্পার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে। পরিচালক রাম রেড্ডি তাঁকে স্মরণ করে বলেছেন, গড্ডাপ্পা এমন একজন মানুষ, যার সরলতা ও জ্ঞান থিথিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। গতকাল সন্ধ্যায় নোড কোপ্পালু গ্রামে তাঁর শেষকৃত্যে অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। অল্প সময়ের অভিনয় জীবনে গড্ডাপ্পা যে বাস্তব ও প্রাণবন্ত চরিত্র দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, তা কন্নড় সিনেমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
ফের কাঁপল দিল্লি! মহিপালপুর র্যাডিসন হোটেলের সামনে বিস্ফোরণের শব্দ, আতঙ্ক এলাকায়
ঘটনাস্থলে দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
আজ কলকাতায় মরশুমের প্রথম শীতলতম দিন, একলাফে কতটা নামল তামপাত্রা?
আগামী কয়েক দিন বঙ্গে পারদের পতন দেখা যাবে।
Bihar Result 2025: '১৪-এ ফলাফল, ১৮-তে শপথ'! বিহার ভোটের ফলাফলের আগেই বোমা ফাটালেন তেজস্বী
Bihar Result 2025 : বিহার বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদল নেতা তেজস্বী যাদব এক্সিট পোলকে ভুয়ো বলে উল্লেখ করে সমীক্ষা রিপোর্টকে কার্যত উড়িয়ে দিয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৮ নভেম্বর রাজ্যে মহাজোট সরকার শপথ গ্রহণ করবে এবং রাজ্যে কলমের শাসন কার্যকর হবে। তেজস্বী আশ্বাস দেন, নতুন সরকারের অধীনে বিপুল কর্মসংস্থান এবং নতুন সুযোগ তৈরি হবে। আরও পড়ুন- কোথায় কবে কখন হামলার ছক ছিল? দিল্লির বিস্ফোরণের তদন্তে নেমে চোখ কপালে NIA-এর তিনি সতর্ক করে বলেন, ভোট গণনায় কোনও কারচুপির চেষ্টা করা হলে জনগণ প্রতিশোধ নেবে এবং তারা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তেজস্বী বলেন, এক্সিট পোলগুলি বিজেপি এবং বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে তৈরি। তিনি উল্লেখ করেন, লোকসভা নির্বাচনের পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে একই ধরনের ভুয়া এক্সিট পোল পরিচালিত হয়েছিল, যা নির্বাচনের ফলাফলের পর ভুল প্রমাণিত হয়েছিল। আরও পড়ুন- দিল্লির পর এবার বাংলায় উদ্ধার বিপূল পরিমাণ বিস্ফোরক, চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড় তিনি আরও জানান, ২০২০ সালের তুলনায় রাজ্যজুড়ে এবার ৭২ লক্ষ বেশি ভোট পড়েছে, যার অর্থ প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রায় ৩২,৫০০ জন বেশি ভোট প্রদান করেছেন। এই ভোটগুলিই রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। জনগণ যেকোনো অনিয়মের বিরোধিতা করবে। আরও পড়ুন- SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন? বিপরীতে, বিজেপি নেতা অজয় অলোক তেজস্বী যাদবের শপথ গ্রহণের ঘোষণাকে ‘ভ্রান্ত ধারণা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হওয়া বা সরকার গঠনের ভ্রান্ত ধারণায় বিশ্বাস করলে এ ধরনের বিভ্রান্তি তৈরি হয়। ১৮ তারিখে, তেজস্বীকে তার সব ভুল এবং চুরি ফেরতের শপথ নেওয়া উচিত।” রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করা তেজস্বী যাদব বলেন, ফলাফল ১৪ নভেম্বর ঘোষণা করা হবে এবং ১৮ তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “বিজেপি ও এনডিএ এখন আতঙ্কিত। ভোটদানের সময় ভোটারদের লম্বা লাইন আমাদের পক্ষে গিয়েছে। এক্সিট পোল শুধুমাত্র নির্বাচনী কর্মকর্তাদের মানসিক চাপকে প্রতিফলিত করে।” আরও পড়ুন- দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের রহস্য উন্মোচন, জঙ্গি হানা মানল সরকার, বিস্ফোরণে ছিন্নভিন্ন 'মাস্টারমাইন্ড'
Entertainment Latest Live News Updates শাহরুখের মন্নতের দাম জানেন? শুনলে চমকে যাবেন
Entertainment Latest Live News Updates ১৯৯৭ সালে ইয়েস বস ছবির শুটিংয়ের সময় শাহরুখের চোখে পড়ে এই ভিলা- তখন এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। কয়েক বছর পর প্রায় ১৩ কোটি টাকায় তিনি এটি কেনেন এবং নাম দেন ‘মন্নত’- যার অর্থ ‘একটি ইচ্ছা’। দুই দশকেরও বেশি সময় পরে, ভোগ ইন্ডিয়া অনুসারে মন্নতের মূল্য এখন আনুমানিক ২০০ কোটি টাকা এবং এটি ভারতের সবচেয়ে বিখ্যাত সেলিব্রিটি হোমগুলির মধ্যে একটি।
Delhi Blast Update: তদন্তকারীরা উমরের বাড়ি থেকে প্রাপ্ত নথি ঘেঁটে জানতে পেরেছেন, উমর দিনের পর দিন একটি অ্যাপের মধ্যে উকসা নামক একটি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ করত। যারা ওই অ্যাপের মাধ্যমে যোগাযোগ করত, তারা তুরস্কের আঙ্কারায় থাকে। এই অ্যাপও আঙ্কারার তৈরি বলেই তদন্তকারীরা জানতে পেরেছেন।
America |আমেরিকায় কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের গোপন ইমেল ফাঁস করল ডেমোক্র্যাট পার্টি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (America) কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের (Jeffrey Epstein) গোপন ইমেল ফাঁস করে দিলেন ডেমোক্র্যাট পার্টি। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রসঙ্গ উঠে এল। ইমেলে এপস্টিন লিখেছেন, ‘ট্রাম্প ঘণ্টার পর ঘণ্টা আমার বাড়িতে পড়ে থাকতেন। সঙ্গে থাকতেন যৌন হেনস্থার শিকার হওয়া তরুণীরা।’ এই মেয়েগুলো এপস্টিনের লালসার শিকার হয়েছেন বলে জানা […] The post America | আমেরিকায় কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের গোপন ইমেল ফাঁস করল ডেমোক্র্যাট পার্টি appeared first on Uttarbanga Sambad .
Delhi Blast |দিল্লি বিস্ফোরণে মৃত ‘মাস্টারমাইন্ড’ উমর! ডিএনএ পরীক্ষা করাতেই মিলল প্রমাণ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত সোমবার দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণটি (Delhi Blast) ঘটিয়েছিলেন ডঃ উমর উন নবি ওরফে উমর মহম্মদই। বিস্ফোরণের কারণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল উমরের দেহ। ফলে তদন্তকারীরা তার পরিচয় সম্পর্কে ধন্দে ছিলেন। তবে ডিএনএ পরীক্ষার পরই এনিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। সূত্রের খবর, কাশ্মীরের পুলওয়ামায় উমরের মা ও ভাইয়ের ডিএনএ-র নমুনা সংগ্রহ করা […] The post Delhi Blast | দিল্লি বিস্ফোরণে মৃত ‘মাস্টারমাইন্ড’ উমর! ডিএনএ পরীক্ষা করাতেই মিলল প্রমাণ appeared first on Uttarbanga Sambad .
Bangladesh: শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ঘোষণা আজ, তার আগেই জ্বলে উঠল ঢাকা! ‘লকডাউন’ হবে?
Sheikh Hasina's Verdict: আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজ, ১৩ নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ হাসিনা সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলার রায়দানের তারিখ ঘোষণা করবে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও প্রাক্তন পুলিশকর্তা চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নাম রয়েছে এই মামলায়।
KLO: ‘TMC রাজবংশী ও কামতাপুরীদের উপর অত্যাচার চালাচ্ছে’, আবার বার্তা KLO প্রধানের
ভিডিয়োতে বলতে শোনা যাচ্ছে, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গ। সে বলছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার রাজবংশী ও কামতাপুরী জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে। উত্তরবঙ্গের রাজবংশী জনগণ ক্রমাগতভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। এ অবিচারের অবসান ঘটাতে হবে। এরপরই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য গঠনের দাবি তোলে সে। এমনকী, তৃণমূল কংগ্রেসের রাজবংশী সাংসদ ও বিধায়কদের উদ্দেশে আহ্বান জানায়।
দিল্লি বিস্ফোরণ: ঘাতক গাড়ির চালক উমরই! প্রামাণিত ডিএনএ পরীক্ষায়, আর কী জানাচ্ছেন তদন্তকারীরা?
স্তম্ভিত পরিবার।
পছন্দের জিনিসের মালিকানা হারানোর ভয়! হঠাৎ কী ঘটল অভিনেতা চঞ্চল চৌধুরীর জীবনে?
অভিনেতার জীবনে এ এক নতুন অভিজ্ঞতা।
ভিসার মেয়াদ ফুরোলেও বঙ্গে বাংলাদেশ-পাকিস্তানের কারা? দিল্লি বিস্ফোরণ আবহে খোঁজ শুরু পুলিশের
কলকাতা ও রাজ্য পুলিশের গোয়েন্দাদের সতর্ক করেছে লালবাজার ও ভবানীভবন।
দ্রুত বেশি সংখ্যায় জন্ম শংসাপত্র দিতে হবে, SIR আতঙ্ক কাটাতে পুরকর্মীদের নির্দেশ ববির
পুরসভার সামনে এই শংসাপত্র নেওয়ার জন্য লম্বা লাইনও পড়ছে।
ইডেন টেস্ট স্মরণীয় করতে গম্ভীরদের ‘আবদার’মানছে না সিএবি! ৩ ঘণ্টা শিশিরে ভিজল পিচ
ইডেনে প্রথম দিন থেকেই টার্ন চাইছে সিএবি।

25 C