SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

Balurghat |খাড়ির জলে মিলল রহস্যময় কঙ্কাল! বালুরঘাটে আতঙ্ক, তদন্তে পুলিশ

বালুরঘাট: শীতের দুপুরে ভরশহরে নরকঙ্কাল উদ্ধারকে (Skeleton Recovered) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বালুরঘাটে (Balurghat)। মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহরের জোড়া ব্রিজের নিচে খাড়ির জল থেকে একটি সন্দেহজনক কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ (Police)। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় সাধারণ মানুষের ব্যাপক ভিড় জমে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জোড়া ব্রিজের নিচের খাড়ির জলে হঠাৎই […] The post Balurghat | খাড়ির জলে মিলল রহস্যময় কঙ্কাল! বালুরঘাটে আতঙ্ক, তদন্তে পুলিশ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 4:00 pm

আপনি ইন্ট্রোভার্ট হলেই কেল্লাফতে! এইসব পেশায় গেলে ছক্কা হাঁকাবেন চোখ বুজে

American Psychological Association (APA) ও Harvard Business Review-এর প্রকাশিত একাধিক গবেষণায় জানানো হয়েছে, ইন্ট্রোভার্ট ব্যক্তিরা দীর্ঘ সময় একাগ্রভাবে কাজ করতে পারেন, সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য বিশ্লেষণে বেশি গুরুত্ব দেন, কঠিন বা চাপের পরিস্থিতিতে তুলনামূলকভাবে স্থির থাকেন। এই বৈশিষ্ট্যগুলির জন্য আধুনিক কর্মক্ষেত্রে ইন্ট্রোভার্টদের গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে।

টিভি 9 বাংলা 20 Jan 2026 3:57 pm

রাজ্য চাইলে বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী, NIA তদন্তের রাস্তাও খোলা রাখল হাইকোর্ট! কড়া বার্তা জেলা প্রশাসনকে

Calcutta High Court Order: বেলডাঙার অশান্তি নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানাল, রাজ্য সরকার চাইলে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। একইসঙ্গে মুর্শিদাবাদের জেলাশাসক (DM) ও পুলিশ সুপারকে (SP) এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করার কড়া নির্দেশ দিয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণ ও উদ্বেগ এদিন শুনানির সময় বেলডাঙার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ৩০ ঘণ্টা ধরে বেলডাঙায় বেলাগাম নৈরাজ্য চলেছে। মানুষের জীবন ও সম্পত্তি বিপন্ন হওয়া নিয়ে আদালত চিন্তিত। একইসঙ্গে বাহিনীর ব্যবহার নিয়ে কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক বিপরীত আচরণেরও সমালোচনা করা হয়। আদালতের মতে, সাধারণ মানুষের নিরাপত্তা সবার আগে। আরও পড়ুন- SIR: আর কতবার ডাকবেন? শুনানির যন্ত্রণায় অতিষ্ঠ জনতা! বাসন্তীতে জ্বলল আগুন, বারাসাতে রাস্তায় শুয়ে প্রতিবাদ কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত প্রসঙ্গ উচ্চ আদালত জানিয়েছে, বেলডাঙার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার যদি মনে করে, তবে তারা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইতে পারে। রাজ্য চাইলেই কেন্দ্রকে যথোপযুক্ত পদক্ষেপ করতে হবে। প্রয়োজনে মুর্শিদাবাদ জেলায় বর্তমানে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীকেই বেলডাঙায় কাজে লাগানো যেতে পারে। আরও পড়ুন- West Bengal News Live: বেলডাঙায় আগুন জ্বালাল কারা? সিসিটিভিতে মুখ চিনতেই অ্যাকশন! পুলিশের চিরুনি তল্লাশিতে জালে আরও ৫ আরও বড় বিষয় হলো, ঘটনার গুরুত্ব বিচার করে কেন্দ্রীয় সরকার যদি প্রয়োজন মনে করে, তবে তারা এনআইএ (NIA) তদন্তের নির্দেশও দিতে পারে বলে জানিয়েছে আদালত। জনগণের সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে হাইকোর্ট। এলাকার শান্তি ফেরাতে এবং সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন- Bhangar Violence: ভাঙড়ে ফের বোমাবাজি! তৃণমূল সদস্যের ভাইকে লক্ষ্য করে হামলার অভিযোগ, কাঠগড়ায় আইএসএফ

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 3:55 pm

Aluminum Foil |অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার প্যাকিং করছেন? চিকিৎসকদের এই সতর্কতা না মানলে বড় বিপদ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ত জীবনে সময় বাঁচাতে আমরা অনেকেই এখন অ্যালুমিনিয়াম ফয়েলের (Aluminum Foil) ওপর নির্ভরশীল। রেস্তোরাঁর খাবার হোক বা অফিসের টিফিন—খাবার গরম ও টাটকা রাখতে ফয়েল পেপারের জুড়ি নেই। কিন্তু এই আপাত সুবিধাজনক অভ্যাসই আপনার শরীরে বড়সড়ো বিপদ ডেকে আনছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক গবেষণা ও চিকিৎসকদের মতে, ফয়েলে রাখা খাবার দীর্ঘমেয়াদে […] The post Aluminum Foil | অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার প্যাকিং করছেন? চিকিৎসকদের এই সতর্কতা না মানলে বড় বিপদ! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 3:52 pm

Hanta Kali-Malda: মোদীর মুখে মালদহের ‘হ্যান্টা কালী’র নাম, শত শত বছরের পুরনো সেই ইতিহাস জানেন?

Malda: মালদহের ইংরেজবাজার পুরসভার চার নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে হ্যান্টা কালীর মন্দির। প্রধানমন্ত্রীর মুখে মালদহের এই প্রাচীন মন্দিরের কথা শুনে খুশি ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহা। তিনি আবার একথাও জানিয়েছেন যে, প্রাচীন এই মন্দিরের সঙ্গে বহু মানুষের আস্থা জড়িয়ে আছে। এমনকী দেশে বা দেশের বাইরেও এই মন্দিরের পরিচিতি রয়েছে।

টিভি 9 বাংলা 20 Jan 2026 3:51 pm

Guru Chandal Dosha: কালসর্পের থেকেও ভয়ংকর এই দোষে ধ্বংস হতে পারে কেরিয়ার, বিবাহ ও সম্মান

Guru Chandal Dosha: রাশিফলের এই দোষ কালসর্পে চেয়েও বেশি বিপজ্জনক। আর্থিক ক্ষতি থেকে শুরু করে পদ এবং প্রতিপত্তির ওপর বিরূপ প্রভাব ফেলে এই দোষ। ডেকে আনে সবকিছুর ওপর বিপর্যয়। আর, এই যোগ থাকলে ব্যক্তিরা কেরিয়ার, বিবাহ, প্রেম-সহ সর্বক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন। এই দোষ হল গুরু-চন্ডাল যোগ। যখন কোনও রাশির কুণ্ডলীতে এই যোগ তৈরি হয়, তখন তাঁর জীবন ছারখার হয়ে যায় বলেই জ্যোতিষীরা মনে করেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুকে পাপগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষ মতে, শুভ গ্রহের সঙ্গে রাহু এবং কেতুর সংযোগ নেতিবাচক প্রভাব ফেলে। আরও পড়ুন- এবছরের জয়া একাদশী কবে? শুভ যোগ, ধর্মীয় তাৎপর্য, সঠিক তিথি সম্পর্কে জেনে নিন সেই হিসেবে রাহু এবং কেতুর, বৃহস্পতির সঙ্গে যোগাযোগ থাকলে গুরু চন্ডাল যোগ তৈরি হয়। জ্যোতিষ মতে বিশ্বাস করা হয়, এই দোষ থাকলে জাতক কুসঙ্গে জড়িয়ে পড়তে পারে। তাঁর কুখ্যাতি হতে পারে। পাশাপাশি, সারাজীবন জাতক নানা সমস্যায় ভুগতে পারেন। জন্মতালিকার কিছু ঘরে বৃহস্পতি নেতিবাচক থাকলে কেরিয়ার, সন্তান, বিবাহ-সহ অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। আরও পড়ুন- এই সবজিটি শুধু অন্ত্র-বান্ধবই নয়, 'সুপারপাওয়ার'ও! কেন বলছেন করিনা কাপুর? জ্যোতিষমতে, দেবগুরু বৃহস্পতি এবং একই ঘরে যখন রাহু এবং কেতু থাকে, তখনই গুরু-চন্ডাল যোগ তৈরি হয়। এই যোগের ফলে জাতকের জীবনে চ্যালেঞ্জ আসে। তাঁর সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি দেখা দেয়। নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। ব্যক্তিত্বে অস্থিরতা দেখা দিতে পারে। কোনও ব্যক্তির জন্মপত্রে গুরু-চন্ডাল যোগের গঠন তাঁর মর্যাদা, প্রতিপত্তি, সামাজিক সম্মানের ওপর প্রভাব ফেলতে পারে। চাকরিতে নানা ধরনের সমস্যা লেগেই থাকে। ছোট থেকে বড় নানা ভুল হতেই থাকে। যার ফলে আর্থিক এবং ব্যক্তিগত ক্ষতি হয়। এই গ্রহগত সংযোগে রাহু শক্তিশালী হলে জাতকের সঙ্গ খারাপ হয়। সে মদ খাওয়া, জুয়ার দিকে ঝুঁকে পড়ে। আরও পড়ুন- সময়ের সঙ্গে দাম্পত্যে 'ঝলকানি' কমে যাওয়া স্বাভাবিক? জানুন শিল্পা শেট্টির কাহিনি! শিক্ষার্থীর লেখাপড়ার প্রতি আগ্রহ কমে যায়। তাঁর মনোযোগ অন্যদিকে চলে যায়। যা তাঁর শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। স্থানীয়রা জাতকের পরিবারের বিরুদ্ধে চলে যায়। জাতকের দৃঢ় দৃষ্টিভঙ্গির কারণে মতবিরোধ অব্যাহত থাকে। জাতক ধর্ম এবং বর্ণের প্রতি চরম সমালোচক হয়ে ওঠেন। তাঁর জীবনে সুখ-শান্তি কমতে থাকে। ক্রমশ ছোট-বড় সমস্যা দেখা দিতে থাকে। আরও পড়ুন- প্রতিদিন সহজে সুস্থ থাকতে রান্নাঘরে অবশ্যই রাখুন এই ৬ স্বাস্থ্যকর খাবার প্রতিকারে কী করবেন? এই সমস্যা মেটাতে রাহুকে শান্ত রাখা জরুরি। সেজন্য রাহুমন্ত্র জপ করতে হয়। বৃহস্পতিবার অশুভ প্রভাব কমাতে প্রতিদিন কলাপূজা করা শুভ বলে মনে করা হয়। প্রতিদিন হলুদ এবং চন্দনের তিলক লাগালেও ইতিবাচক ফল মেলে। পাশাপাশি, পাখিদের খাওয়ানো এবং দান করাও অত্যন্ত শুভদায়ক বলে মনে করা হয়। হলুদের জপমালা দিয়ে প্রতিদিন ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করলে উপকার মিলবে। বৃহস্পতিবার সোনার চেন বা হলুদ সুতোর ওপর সোনা বা পিতলের চৌকো টুকরো পরাও লাভদায়ক বলে মনে করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 3:51 pm

CM Mamata Banerjee: মোদী যেতেই সিঙ্গুর থেকে কী বার্তা দেবেন মমতা? ২৮ জানুয়ারি বড় সভা

Mamata in Singur: ১৮ জানুয়ারি সিঙ্গুরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের তুলোধনাও করেছিলেন। তাঁর সাফ কথা, বিজেপির সরকার বাংলায় সিন্ডিকেট ট্যাক্স ও মাফিয়ারাজ সম্পূর্ণভাবে নির্মূল করবে। তিনি বলেন, “ আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই শিল্প ও বিনিয়োগ বাংলায় আসবে। এটা মোদীর গ্যারান্টি।”

টিভি 9 বাংলা 20 Jan 2026 3:46 pm

SIR শুনানিতে শামি, প্রমাণপত্র জমা দিয়ে জাতীয় দলের তারকা বললেন…

বর্তমানে রাসবিহারী বিধানসভার অন্তর্ভুক্ত কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার শামি। বিক্রমগড়ে যাবতীয় নথি ও প্রমাণপত্র নিয়ে হাজির হন শামি। জানা গিয়েছে নথি হিসেবে পাসপোর্ট দেখান।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 3:45 pm

মূল্যবৃদ্ধির জেরে বন্ধ হাওড়ার জুট মিল, ষড়যন্ত্রের অভিযোগে সরব কর্মহীন ৪০০০ শ্রমিক

আজ মঙ্গলবার সকাল ছয়টার শিফট থেকে মিল বন্ধ করে দেওয়া হয়েছে। এই মর্মে নোটিসও মিলের গেটে টাঙানো হয়েছে।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 3:45 pm

জন্ম কুণ্ডলিতেই রয়েছে মৃত্যুর ইঙ্গিত! কিভাবে সতর্ক হবেন?

আধুনিক গবেষণা বলছে—দীর্ঘমেয়াদি রোগ, জীবনযাপন, মানসিক চাপ ও চিকিৎসার অভাবই মৃত্যুঝুঁকি বাড়ায়। তাই বহু ক্ষেত্রেই “ঝুঁকির দশা” চললেও সঠিক চিকিৎসায় মানুষ সুস্থ জীবন কাটিয়েছেনজ্যোতিষে মৃত্যুর ইঙ্গিত মানে নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।

টিভি 9 বাংলা 20 Jan 2026 3:42 pm

নজরে নবান্ন: মোদির পর চলতি মাসেই সিঙ্গুরে মমতা, মিলবে শিল্পের বার্তা?

শুধু সভা নয়, সেই মঞ্চ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের কিস্তি প্রদান করা হবে।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 3:42 pm

Israel-Iran |ইরানকে ‘নজিরবিহীন’ হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর, আরব সাগরের পথে মার্কিন পরমাণু রণতরী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের (Middle East War) দামামা আরও প্রবল হচ্ছে। ইরান যদি ইজরায়েলের (Israel-Iran) ওপর কোনো ধরনের হামলা চালায়, তবে তার পাল্টা জবাব হবে ‘নজিরবিহীন’—এমনই কড়া হুঁশিয়ারি দিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। একদিকে যখন তেহরানকে লক্ষ্য করে তেল আভিভের এই চরম বার্তা, অন্যদিকে তখন ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও মার্কিন সামরিক […] The post Israel-Iran | ইরানকে ‘নজিরবিহীন’ হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর, আরব সাগরের পথে মার্কিন পরমাণু রণতরী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 3:36 pm

Nari Choritro Bejay Jotil: দর্শকের হাসিই অঙ্কুশের সবচেয়ে বড় পুরস্কার! ‘নারী চরিত্র বেজায় জটিল’ মন জয় করল?

সিনেমা হল থেকে বেরিয়ে দর্শকের মুখে যদি হাসি লেগে থাকে, সেটাই যে একটা ছবির সবচেয়ে বড় সাফল্য এ কথা আরও একবার প্রমাণ করে দিল অঙ্কুশ হাজরার ‘নারী চরিত্র বেজায় জটিল’ (Nari Choritro Bejay Jotil)। ৯ জানুয়ারি মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তাঁর প্রাণবন্ত কমেডি আর পারিবারিক বিনোদনের মেজাজে। বক্স অফিসের সংখ্যার থেকেও অঙ্কুশের কাছে বড় হয়ে উঠেছে মানুষের সেই নিখাদ হাসি আর আনন্দ, যা দু’ঘণ্টার জন্য সব ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। এই ছবির সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে অঙ্কুশ (Ankush Hazra) বলেন, “এই ছবিটার মাধ্যমে শুনতে পাচ্ছি অনেকে কমেডি বিষয়টাকে হাত দেওয়ার কথা ভাবছেন। এটা সত্যিই ভালো লাগার মতো বিষয়। কমেডি বানানো সহজ নয়, এতে রিস্ক নিতেই হয়। কারণ মানুষ হাসবে কি না, সেটার কোনও গ্যারান্টি থাকে না। তবুও আমরা বিনোদনের সিনেমা বানাতে ভালোবাসি।” তাঁর মতে, সিনেমা মানেই বিনোদন। সিনেমা সবসময় এমন হওয়া উচিত, যা মানুষকে দু’ঘণ্টার জন্য বাস্তব জীবনের চাপ, দুশ্চিন্তা আর ক্লান্তি থেকে মুক্তি দেবে। আরও পড়ুন: “হ্যাঁ, তিনি তো আছেন এখনও, আমাদের অপু অপরাজিত”, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে পরমব্রতর আবেগঘন প্রণাম তিনি আরও বলেন, “আমার মনে হয় মানুষ দু’ঘণ্টা সময় নিয়ে সিনেমা দেখতে গেলে একটু হাসতে চায়, একটু আনন্দ পেতে চায়। সব সময় ভারী, গম্ভীর বা কাঁদিয়ে দেওয়া ছবি দেখার মানসিকতা সবার থাকে না।” অঙ্কুশ এখানে একটি গুরুত্বপূর্ণ সামাজিক মনস্তত্ত্বের কথাও তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আমাদের সমাজে কমেডি ছবিকে অনেক সময় যথেষ্ট সম্মান দেওয়া হয় না। কেউ যদি কোনও সিনেমা দেখে কাঁদতে কাঁদতে হল থেকে বেরোয়, তাহলে সে অন্তত দশজনকে গিয়ে বলে, “তোরাও গিয়ে ছবিটা দেখে আয়।” কিন্তু মানুষ যদি হো হো করে হাসতে হাসতে বেরোয়, তখন কেউ জিজ্ঞেস করলে বলে, “ভালোই, খারাপ না, মজা পেলাম।” অর্থাৎ হাসির আনন্দকে আমরা অনেক সময় গভীর আবেগের মতো গুরুত্ব দিই না। আরও পড়ুন: আমরা কি কাঁকড়ার জাত? দেবের প্রশ্নে নড়ে উঠল টলিউড ‘নারী চরিত্র বেজায় জটিল’ নিয়ে তাঁর ব্যক্তিগত অনুভূতিও বেশ আবেগঘন। তিনি বলেন, “আমি চেয়েছিলাম একটা ভালো, সপরিবারে দেখার মতো ফিল্ম বানাতে। এমন একটা ছবি, যেখানে বাবা-মা, বাচ্চা, বন্ধু, সবাই একসঙ্গে বসে দেখতে পারবে। সেই লক্ষ্যটা পূরণ করতে পেরে আমি সত্যিই খুশি।” এই ছবির সাফল্য তাঁর কাছে শুধু বক্স অফিসের সংখ্যা নয়, বরং দর্শকদের মুখে হাসি ফোটাতে পারাই সবচেয়ে বড় প্রাপ্তি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 3:30 pm

Gold-Silver Price Hike: ট্রাম্পের কলকাঠিতে চড়ছে সোনা, থমকে নেই রুপোও! বুদবুদ কি তবে জমাট বাঁধছে?

Donald Trump, Gold and Silver Price: বিশেষজ্ঞদের মতে, সোনার এই মূল্যবৃদ্ধি আসলে কাঠামোগত। ভূ-রাজনৈতিক টানাপোড়েন, মুদ্রানীতির প্রত্যাশায় বদল ও ডলারের ওপর নির্ভরতা কমাতে বিভিন্ন বড় অর্থনীতির উদ্যোগ; সব মিলিয়ে সোনা কেনায় ধুম পড়ে গিয়েছে। একই সঙ্গে রিটেল বিনিয়োগকারীরাও রুপোকে ট্রেডিং টুল হিসাবে আর দেখছেন না।

টিভি 9 বাংলা 20 Jan 2026 3:30 pm

Rajganj BDO |রাজগঞ্জে বিডিও বদল! খুনের মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, দায়িত্ব নিলেন সৌরভ কান্তি মণ্ডল

রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের প্রশাসনিক প্রধানের পদে বড়সড় রদবদল। খুনের মামলায় নাম জড়ানোর পর থেকে গরহাজির বিডিও প্রশান্ত বর্মন (BDO Prashanta Barman)। তাঁর পরিবর্তে আপাতত রাজগঞ্জের বিডিও হিসেবে দায়িত্ব সামলাবেন জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডল (Saurav Kanti Mandal)। মঙ্গলবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় নতুন দায়িত্বপ্রাপ্ত বিডিও-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। খুনের মামলায় নাম […] The post Rajganj BDO | রাজগঞ্জে বিডিও বদল! খুনের মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, দায়িত্ব নিলেন সৌরভ কান্তি মণ্ডল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 3:23 pm

রুক্ষ চুলে তেলের বদলে ঘি? হেঁশেলের সামান্য টোটকাতেই ফিরবে রেশমি জেল্লা

তেল মাখছেন, নামী কন্ডিশনার ব্যবহার করছেন, এমনকী মাস গেলে পার্লারে স্পা— তাও চুলের রুক্ষ ভাব যাচ্ছে না! কোন ঘরোয়া টোটকাতে লুকিয়ে রেশমি চুলের চাবিকাঠি?

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 3:21 pm

Donald Trump |২০২৬ সালেই কি মানচিত্রে বদল? গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ‘পোস্ট’ ঘিরে বিশ্বজুড়ে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকেই আন্তর্জাতিক কূটনীতিতে একের পর এক বিস্ফোরণ ঘটছে। এবার তাঁর নিশানায় বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি গ্রাফিক পোস্ট করে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই গ্রিনল্যান্ড হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ। ভাইরাল গ্রাফিক: কী বার্তা দিলেন ট্রাম্প? ট্রাম্পের শেয়ার করা […] The post Donald Trump | ২০২৬ সালেই কি মানচিত্রে বদল? গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ‘পোস্ট’ ঘিরে বিশ্বজুড়ে শোরগোল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 3:21 pm

ICC T20I World Cup 2026, JIO Hotstar Plans: আর নয় ফ্রি'তে, হটস্টারে বিশ্বকাপ দেখতে হলে গুনতে হবে মোটা অঙ্কের টাকা!

ICC T20 World Cup 2026 : ভারতের ক্রিকেট দল বর্তমানে নিউজিল্য়ান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে সিরিজ খেলছে। ওয়ানডে সিরিজের পর আপাতত সকলের নজর টি-২০ সিরিজের উপর রয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই সিরিজ। এই সিরিজের সরাসরি সম্প্রচার জিও হটস্টারে (JIO Hotstar) করা হবে। তবে এই ম্য়াচ দেখার জন্য ফ্যানেদের সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হয়। তবে এই সিরিজের মাঝপথেই ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) সমর্থকরা একটা বড়সড় ধাক্কা খেল। যদি আগামীদিনেও এই জিও হটস্টারেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা লাইভ খেলা দেখতে চান, তাহলে আরও বেশি পরিমাণে পকেট খালি করতে হবে। জিও হটস্টারের পক্ষ থেকে নতুন প্ল্যান ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে এই প্ল্যান লাগু হয়ে যাবে। আরও পড়ুন: ICC T20I World Cup 2026 News Update: রয়েছে পাকিস্তান যোগ, ভারতের ভিসা দেওয়া হল না ইংল্যান্ডের ২ তারকা ক্রিকেটারকে! ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ হবে 'মহার্ঘ্য' ভারতীয় ক্রিকেট দলের অধিকাংশ ম্য়াচেরই সম্প্রচার স্বত্ত্ব স্টার স্পোর্টসের হাতে থাকে। আর সেকারণে ওটিটি প্ল্যাটফর্মে এই ম্য়াচ জিও হটস্টারে দেখতে পাওয়া যায়। এবার এই অ্যাপের নতুন সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আলোচনা করা যাক। নতুন সাবস্ক্রিপশন প্ল্যানে টাকার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। মোবাইল প্ল্যানের খরচ আগের মতোই আছে। কিন্তু, সুপার এবং প্রিমিয়াম প্যাকেজ অনেকটাই বেড়ে গিয়েছে। আগে প্রিমিয়াম সাবস্ক্রিপশন যেখানে ১,৪৯৯ টাকায় পাওয়া যেত, এখন সেটাই বেড়ে দাঁড়িয়েছে ২,১৯৯ টাকা। পাশাপাশি বার্ষিক সুপার সাবস্ক্রিপশন প্যাকও ৮৯৯ টাকা থেকে ১,০৯৯ টাকা হয়ে গিয়েছে। আরও পড়ুন: ICC T20I World Cup 2026: 'ফাইনালে ভারতকে হারালেই...', আজও প্রতিহিংসায় জ্বলছেন এই তারকা ক্রিকেটার! দেখে নিন, সম্পূর্ণ সাবস্ক্রিপশন প্ল্যান: টি-২০ বিশ্বকাপ থেকে আইপিএল পর্যন্ত হবে প্রসারিত এই বছরটা যে ক্রিকেট সমর্থকদেরই বছর হতে চলেছে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। আপাতত মহিলা প্রিমিয়ার লিগ চলছে জোরকদমে। পাশাপাশি পুরুষ ক্রিকেট দলও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে। এই ম্য়াচগুলোর সরাসরি সম্প্রচার জিও হটস্টারেই করা হচ্ছে। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেরও লাইভ স্ট্রিমিংও এই প্ল্যাটফর্মে চলছে। আরও পড়ুন: ICC T20I World Cup 2026: তিলকের পোড়া কপালেই ভাগ্য বদলাবে ঈশানের? টি-২০ বিশ্বকাপের আগে নয়া টুইস্ট আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের লাইভ অ্যাকশনও জিও হটস্টারে দেখতে পাওয়া যাবে। এরপর আয়োজন করা হবে ২০২৬ আইপিএল টুর্নামেন্ট। এছাড়াও টিম ইন্ডিয়ার একাধিক সিরিজও এই প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যাবে। এই পরিস্থিতিতে সাবস্ক্রিপশন প্ল্যানের পরিবর্তন ভারতীয় ক্রিকেট সমর্থকদের অবশ্যই একটা বড়সড় ধাক্কা দিতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 3:19 pm

Rasikbil |রসিকবিল থেকে গঙ্গার কোলে, বংশবিস্তারের লক্ষ্যে মালদায় পাড়ি দিচ্ছে ১০টি ঘড়িয়াল

সায়নদীপ ভট্টাচার্য, বক্সিরহাট: কোচবিহারের রসিকবিলের (Rasikbil) ১০টি ঘড়িয়াল শাবক (Gharial) সোমবার পাড়ি দিল গঙ্গার শাখানদী মালদার ফুলহরের উদ্দেশে। রসিকবিলে বন দপ্তরের নার্সারিতে দুই ধাপে ডিম ফুটিয়ে শতাধিক শাবকের জন্ম দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে জু অথরিটির পরামর্শ মেনে বছর দুয়েকের ১০টি ঘড়িয়ালকে মালদার ফুলাহর নদীতে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকদের উপস্থিতিতে গ্রিন করিডর করে নিয়ে যাওয়া […] The post Rasikbil | রসিকবিল থেকে গঙ্গার কোলে, বংশবিস্তারের লক্ষ্যে মালদায় পাড়ি দিচ্ছে ১০টি ঘড়িয়াল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 3:14 pm

জিএসটি-তে বিপুল আর্থিক কেলেঙ্কারি! ফের কলকাতায় ইডি হানা, তল্লাশি আরও ২ রাজ্যে

ইডি সূত্রে খবর, আর্থিক কেলেঙ্কারির পরিমাণ সাড়ে ছশো কোটি টাকারও বেশি। এতে একাধিক ব্যক্তি ও সংস্থা জড়িত বলে মনে করছে ইডি।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 3:09 pm

Baishnabnagar |সংসারের ফাঁকে সাফল্যের ঘুঁটে, বৈষ্ণবনগরের গৃহিণীদের হাত ধরেই স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি

এম আনওয়ারউল হক, বৈষ্ণবনগর: রোদ উঠতেই বৈষ্ণবনগরের (Baishnabnagar) উঠোনে উঠোনে শুরু হয় এক নিঃশব্দ কর্মযজ্ঞ। কেউ গোবর দিয়ে ঘুঁটের মণ্ড বানাচ্ছেন, কেউ সেই মণ্ড বাঁশের মাচায় সারি দিয়ে রাখছেন শুকানোর জন্য। বাইরে থেকে দেখলে এ যেন গ্রামবাংলার চিরচেনা ছবি। অথচ এই চেনা ছবির আড়ালে লুকিয়ে আছে শত শত নারীর আত্মনির্ভরতার এক অনন্য গল্প। কোনও সরকারি […] The post Baishnabnagar | সংসারের ফাঁকে সাফল্যের ঘুঁটে, বৈষ্ণবনগরের গৃহিণীদের হাত ধরেই স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 3:08 pm

Malda |এসআইআর আতঙ্কে প্রাণ গেল মালদার বৃদ্ধের! চাঞ্চল্য সামসীর বলরামপুরে

সামসী: নাগরিকত্ব নিয়ে সংশয় আর প্রশাসনিক নোটিশের আতঙ্ক কেড়ে নিল একটি প্রাণ। এসআইআর (SIR) সংক্রান্ত শুনানির নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো চাঁচল (Chanchal)-২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের এক ষাটোর্ধ্ব বৃদ্ধের! মৃতের নাম জলিল আলি। এই ঘটনাকে কেন্দ্র করে মালদার (Malda) সামসী (Samsi) এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, […] The post Malda | এসআইআর আতঙ্কে প্রাণ গেল মালদার বৃদ্ধের! চাঞ্চল্য সামসীর বলরামপুরে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 3:07 pm

কোথাও শুনানিকেন্দ্রে ভাঙচুর, কোথাও অবরোধ, দিকে দিকে তুলকালাম, দেখুন ভিডিয়ো

SIR-এ শুনানিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা। শুনানির নামে হয়রানি অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে শুনানিকেন্দ্রে উত্তেজনা ছড়ায়। রাস্তা অবরোধ করা হয়। শুনানিকেন্দ্রেও ভাঙচুর করা হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। উত্তর ২৪ পরগনায় বাদুড়িয়ায়ও উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসা বাধে বিক্ষোভকারীদের। বারাসতেও উত্তেজনা ছড়ায়। কাজীপাড়ায় রাস্তায় শুয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, শুনানির নামে অযথা হয়রান করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা।

টিভি 9 বাংলা 20 Jan 2026 3:04 pm

Trinamool Congress: আসন একটি, দাবিদার দুই, আদা-জল খেয়ে এক শিবির থেকে দু’জনেই ময়দানে, হচ্ছেটা কী মাটিগাড়া-নকশালবাড়িতে?

West Bengal Election 2026: একজন এলাকার দুবারের প্রাক্তন বিধায়ক। বামের হাত ধরে কংগ্রেসের হয়ে জিতে ২০১১ তে বিধায়ক হয়েছিলেন শঙ্কর মালাকার। এরপর বামের হাত ধরে কংগ্রেসের টিকিটে ফের বিধায়ক হন শঙ্কর। কিন্তু গত ২০২১ সালের বিধানসভায় কগ্রেসের হয়ে দাড়িয়ে হারতে হয়।

টিভি 9 বাংলা 20 Jan 2026 3:04 pm

Amazon Sale 2026: ২৫হাজার বাজেট? দুর্দান্ত স্মার্টফোন কেনার প্ল্যানিং? মন খুশি করা অফারে হাজার হাজার ছাড়

Amazon Great Republic Day Sale 2026: মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে পেয়ে যান এবার বড়সড় ছাড়। শুরু হয়েছে Amazon Great Republic Day Sale 2026। এই সেল চলাকালীন ২৫ হাজার টাকার মধ্যে আপনি যদি নিজের বা নিজের কাছের মানুষের জন্য একটি দুর্দান্ত স্মার্টফোন (5G smartPhone) কিনতে চান, পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় (amazon offer)। এই সেলে সরাসরি দামের উপর ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার, নো-কস্ট EMI এবং এক্সচেঞ্জ বেনিফিটও থাকছে, যার ফলে ফোনগুলি পাওয়া যাচ্ছে একেবারে বিরাট ডিসকাউন্টে। Amazon জানিয়েছে, SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। পাশাপাশি Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ৫ শতাংশ ক্যাশব্যাকের সুবিধা পাবেন। নির্দিষ্ট কিছু স্মার্টফোনে নো-কস্ট EMI এবং পুরনো ফোনের বদলে এক্সচেঞ্জ অফারও উপলব্ধ রয়েছে। আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া থেকে আয় কোটি কোটি টাকা, তালিকায় শীর্ষে এই ৫ ভারতীয় তারকা এই সেল গেমিং স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই বাজেট রেঞ্জেই এখন হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ের মতো প্রিমিয়াম ফিচার পাওয়া যাচ্ছে। Amazon Great Republic Day Sale 2026-এ iQOO, Motorola, OnePlus, Redmi এবং Nothing-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের একাধিক গেমিং স্মার্টফোনে ভালো ডিল দিচ্ছে। আরও পড়ুন- এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে আসুন দেখে নেওয়া যাক অফারের এক ঝলক iQOO Z10 5G স্মার্টফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। রয়েছে Snapdragon 7s Gen 3 প্রসেসর এবং LPDDR RAM ও UFS স্টোরেজের কম্বিনেশন। দীর্ঘ গেমিং সেশনের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৬,০০০mAh ক্যাপাসিটির বড় ব্যাটারি, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সেল চলাকালীন এই ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ২২,৯৯৮ টাকায়। আরও পড়ুন- গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন? Motorola Edge 60 Fusion স্মার্টফোনে রয়েছে ৬.৭০ ইঞ্চির OLED ডিসপ্লে, সঙ্গে ১২০Hz রিফ্রেশ রেট। এই ফোনটি MediaTek Dimensity 7400 প্রসেসরে চালিত এবং এতে ৫,৫০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮W টার্বো চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Amazon-এর সেলে ফোনটির দাম রাখা হয়েছে ২৪,৫০০ টাকা। আরও পড়ুন- হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা OnePlus Nord CE 5 মডেলে রয়েছে ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং ১২০Hz রিফ্রেশ রেট। এই স্মার্টফোনটি MediaTek Dimensity 8350 প্রসেসরের উপর ভিত্তি করে তৈরি এবং এতে সর্বোচ্চ ১২GB RAM ও ২৫৬GB স্টোরেজ অপশন পাওয়া যায়। ফোনটিতে ৭,১০০mAh ক্যাপাসিটির বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সেলে এই ফোনটির দাম রাখা হয়েছে ২৪,৪৯৯ টাকা। আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে Redmi Note 14 Pro 5G স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির FHD+ ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7300 Ultra প্রসেসর। ফোনটিতে ৫,৫০০mAh ব্যাটারি রয়েছে এবং এটি ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Amazon-এর এই সেলে ফোনটি মিলছে ২১,৯৯৯ টাকায়। আরও পড়ুন- ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি ! Nothing Phone 3a Lite মডেলে দেওয়া হয়েছে ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট সহ। এই ফোনটি MediaTek Dimensity 7300 Pro প্রসেসরের সঙ্গে আসে এবং এতে ৮GB RAM ও ২৫৬GB পর্যন্ত স্টোরেজ অপশন রয়েছে। ফোনটিতে ৫,০০০mAh ব্যাটারি ও ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ডিজাইনের ক্ষেত্রে Nothing-এর স্বতন্ত্র Glyph ইন্টারফেস এই ফোনটিকে আলাদা পরিচিতি দেয়। সেলে এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ১৯,৮৪৮ টাকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 3:00 pm

৮ মাস আত্মগোপন করেও শেষরক্ষা হল না! তামান্না খুনে গ্রেপ্তার আরও ১

২০২৫ সালে কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন দুপুরে বোমাবাজিতে মৃত্যু হয় মোলান্দি গ্রামের ৯ বছরের নাবালিকা তামান্না খাতুনের।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:58 pm

Buxa |বাঘ দেখা দিলেও বক্সায় পর্যটকদের খরা, জঙ্গল সাফারির বিধিনিষেধে লোকসানের আশঙ্কা

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: মাঘের শীতে বাঘ দেখায় মজা আছে! আছে বাঘ, কিন্তু বাঘ দেখার লোক এবার আর নেই। হতাশ পর্যটন মহল। ২০২১ ও ২০২৩ সালে বক্সা টাইগার রিজার্ভে (Buxa) বাঘের ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়তেই ঢল নেমেছিল পর্যটকদের। বক্সা পাহাড় থেকে জয়ন্তী, বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় উপচে পড়েছিল। জঙ্গল সাফারিতে মূলত বাঘ দেখতেই অধিকাংশ পর্যটক ছুটে […] The post Buxa | বাঘ দেখা দিলেও বক্সায় পর্যটকদের খরা, জঙ্গল সাফারির বিধিনিষেধে লোকসানের আশঙ্কা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 2:57 pm

SIR শুনানিতে ডাক পেলেন কাজল শেখের ৯০ বছরের মা, ‘ছিঃ, বিজেপি ছিঃ’, তীব্র ক্ষোভ তৃণমূল নেতার

এসআইআর শুনানিতে গতকাল, সোববার ডাক পেয়েছেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। এবার তাঁর ৯০ বছরের বৃদ্ধা মাকেও তলব করা হল! আগামী ২৮ জানুয়ারি কাজল শেখকে শুনানিতে ডাকা হয়েছে। ওই একই দিনে বৃদ্ধা সাদেকা বিবিকেও তলব করেছে নির্বাচন কমিশন।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:54 pm

Mohammed Shami |ভোটতালিকায় তথ্যের অসংগতি? শুনানি কেন্দ্রে সশরীরে হাজির তারকা বোলার মহম্মদ শামি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঠের লড়াই ছেড়ে এবার প্রশাসনিক লড়াইয়ের ময়দানে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। ভোটার তালিকায় তথ্যের অসংগতি বা ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ সংক্রান্ত শুনানিতে অংশ নিতে মঙ্গলবার সকালে কলকাতার বিক্রমগড় এলাকার একটি শুনানি কেন্দ্রে হাজির হলেন তিনি। দেশজুড়ে যখন ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা সংশোধনের প্রক্রিয়া (SIR Hearing) নিয়ে […] The post Mohammed Shami | ভোটতালিকায় তথ্যের অসংগতি? শুনানি কেন্দ্রে সশরীরে হাজির তারকা বোলার মহম্মদ শামি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 2:52 pm

সরষের মধ্যেই ভূত! মাদুরোর অপহরণে মার্কিন সেনাকে সাহায্য ভেনেজুয়েলারই মন্ত্রীর?

গত ২ ডিসেম্বর গভীর রাতে (স্থানীয় সময়) মাদুরোকে অপহরণ করে করে মার্কিন সেনার 'ডেল্টা ফোর্স'। ভেনেজুয়েলায় মাত্র দু’ঘণ্টার অভিযানে প্রেসিডেন্টের বাসভবনের শোয়ার ঘর থেকে সস্ত্রীক মাদুরোকে তুলে নিয়ে গিয়ে বন্দি করা হয়।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:49 pm

অফিসের চাপে সঙ্গীর সঙ্গে বাড়ছে দূরত্ব? দাম্পত্যের মিঠে মউতাত ফিরে পান এই ৬ উপায়েই!

কেরিয়ারের দিকে নজর দিতে গিয়ে ব্যক্তিগত জীবন বলেও যে কিছু আছে তা ভুলতে বসেন প্রায় সকলেই। যার দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে দাম্পত্যে। এক ছাদের নিচে থেকেও যে কখন দুটো মানুষ একে অন্যের থেকে অনেকটা দূরে চলে যায়, তা বুঝতেও পারেনা তাঁরা।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:47 pm

বিয়ের জন্মদিনে রোম্যান্টিক নাচ রুবেল-শ্বেতার, সঙ্গে এলাহি ভোজ, স্বামীর কাছে কী আবদার অভিনেত্রীর?

২০২৫ সালের ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন টেলিপর্দার ও বাস্তবের এই 'হিট জুটি'। প্রথম বছরের বিবাহবার্ষিকীর সেলিব্রেশনে একটি থ্রি-টায়ার কেক কাটেন শ্বেতা-রুবেল। সঙ্গে এদিনের মেনুও ছিল খুবই স্পেশাল।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:45 pm

অক্ষয়ের গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক অটোচালক! খিলাড়ির কাছে ক্ষতিপূরণ চাইল পরিবার

যদিও বলিপাড়ায় এই দুর্ঘটনা নিয়ে নানারকম ত্বত্ত্ব ঘুরে বেড়াচ্ছে, তবে প্রশ্ন, কে বা কারা ঘটনাস্থল থেকে ওই আহত অটোচালককে চলে যেতে বলেছিল?

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:40 pm

DG Suspended: একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার ভিডিয়ো, তড়িঘড়ি সাসপেন্ড করা হল DG-কে

DG Suspended: বিষয়টি সামনে আসার পরই কর্নাটক সরকার ওই ডিজি-কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত চলছে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, তদন্ত চলাকালীন, লিখিত অনুমতি ছাড়া পুলিশ হেডকোয়ার্টার ছেড়ে কোনও অবস্থাতেই বেরতে পারবেন না ডিজি। তবে কে রামাচন্দ্র রাও এই অভিযোগ অস্বীকার করেছেন।

টিভি 9 বাংলা 20 Jan 2026 2:39 pm

‘মানুষ মরছে রাস্তায়, জলে, দুর্নীতি, বিভাজনে…., নয়ডার ইঞ্জিনিয়ারের মৃত্যুতে তোপ রাহুল গান্ধীর

দেশে আর্বান জীবনযাত্রা ভেঙে পড়ছে, জবাবদিহির প্রয়োজন মনে করা না বিজেপি, তোপ লোকসভার বিরোধী দলনেতার।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:39 pm

কেরলে ‘প্রথম ভাষা’ মালয়ালম! বহুভাষী রাজ্যের ভাষানীতি এই পথেই?

মনে রাখতে হবে, আঞ্চলিক স্তরের ভাষানীতি কোনও একক ভাষার প্রচারের অন্ধ সাংস্কৃতিক অ্যাজেন্ডা অনুসরণ করতে বাধ্য নয়।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:38 pm

আছে ৫, SIR নোটিসে সন্তানের সংখ্যা দেখেই হার্ট অ্যাটাক! মুর্শিদাবাদে আকশত আলির মৃত্যুতে চাঞ্চল্য!

ওই ব্যক্তির পাঁচ ছেলে, তার মধ্যে চারজন কর্মসূত্রে কেরলে থাকেন। আর মেজো ছেলে থাকেন সৌদি আরবে। সবাইকেই নোটিস পাঠানো হয়েছে। তাদের শুনানির দিন হল ২৭ জানুয়ারি।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:27 pm

Abhishek Banerjee |সুপ্রিম কোর্টে বড় জয়! ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনে যাচ্ছেন অভিষেক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকায় তথ্যের অসংগতি বা ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ (Logical Discrepancy) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় জয়ের পর এবার কোমর বেঁধে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী ২৭ জানুয়ারি বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়েই […] The post Abhishek Banerjee | সুপ্রিম কোর্টে বড় জয়! ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনে যাচ্ছেন অভিষেক appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 2:27 pm

বন্ডি বিভীষিকা থেকে শিক্ষা, অস্ত্র আইন কঠোর হচ্ছে অস্ট্রেলিয়ায়, পার্লামেন্টে বিল পাশ

ভোটাভুটির আওতায় ছিল ঘৃণাভাষণের বিষয়ও। ইতিমধ্যে ৯৬/৪৫ ভোটে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাশ প্রস্তাব।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:27 pm

আইএসএলের প্রথম ম্যচেই মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল? সূচি ঘোষণার আগেই তুঙ্গে চর্চা

এবারের আইএসএল নিয়ে কম ডামাডোল হয়নি। আগামী মাসের ১৪ তারিখ থেকে আইএসএল শুরু হওয়ার কথা। তবে দেশের শীর্ষ লিগ এবার হতে চলেছে সংক্ষিপ্ত ফরম্যাটে।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:27 pm

‘খুনি নই, কিন্তু বউকে আমিই মেরেছি’, অস্ট্রেলিয়ার আদালতে আশ্চর্য দাবি ভারতীয় বংশোদ্ভূতের

এদিন অ্যাডিলেডে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয় বিক্রান্তকে। অস্ট্রেলীয় সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা এপ্রিলে।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:24 pm

Virat Kohli and Rohit Sharma: বার্ষিক চুক্তিতে বড় বদল বোর্ডের, কোথায় ঠাঁই হবে রোহিত-বিরাটের?

Indian Cricket Team, BCCI, Virat Kohli and Rohit Sharma: বার্ষিক চুক্তি নতুন কাঠামোয় এলে খেলোয়াড়দের মূল্যায়ন করা হবে তাঁদের বর্তমান ফর্মের ভিত্তিতে। কোন ফর্ম্যাটে খেলছেন এবং দলের তাঁর ভবিষ্যতের ভিত্তিতে। তারকা নাম কিনা বা অতীতে কী করেছেন, এই কৃতিত্বের উপর নির্ভর করে নয়।

টিভি 9 বাংলা 20 Jan 2026 2:23 pm

বাংলাদেশ ‘পিরিত’শেষ! বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে ডিগবাজি ‘ভাইজান’পাকিস্তানের

নিরাপত্তার কারণ দেখিয়ে ইতিমধ্যেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলছেন না পাক ক্রিকেটাররা। যেহেতু বাংলাদেশও দাবি করেছে ভারতে নিরাপত্তা নেই, সেই ইস্যুতে বিসিবির পাশে দাঁড়াবে পিসিবি এমনটাই শোনা যাচ্ছিল।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:22 pm

SIR: আর কতবার ডাকবেন? শুনানির যন্ত্রণায় অতিষ্ঠ জনতা! বাসন্তীতে জ্বলল আগুন, বারাসাতে রাস্তায় শুয়ে প্রতিবাদ

ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী বা এসআইআর (SIR)-এর শুনানিতে সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানির অভিযোগে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার দুই প্রান্ত। শুনানির নামে বারবার তলব করার প্রতিবাদে একদিকে বাসন্তীতে বিডিও অফিসে ভাঙচুর ও রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করা হলো, অন্যদিকে বারাসাতে যশোর রোডের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ জনতা। বাসন্তীতে অগ্নিগর্ভ পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সোনাখালিতে এদিন সকাল ১০টা নাগাদ এসআইআর নিয়ে হয়রানির অভিযোগে বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের অভিযোগ, নানা অজুহাতে তাঁদের বারবার শুনানির জন্য ডাকা হচ্ছে। আরও পড়ুন- Bhangar Violence: ভাঙড়ে ফের বোমাবাজি! তৃণমূল সদস্যের ভাইকে লক্ষ্য করে হামলার অভিযোগ, কাঠগড়ায় আইএসএফ ক্ষোভের জেরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিডিও অফিস চত্বরেও বেশ কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরও পড়ুন- Nitin Nabin: মাত্র ৪৫-এই বিজেপির সুপ্রিমো! কে এই নীতিন নবীন? বারাসাতে যশোর রোড স্তব্ধ অন্যদিকে, একই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বারাসাতও। কাজীপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, গ্রামের প্রায় ৪০ শতাংশ মানুষকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে, যা নজিরবিহীন হয়রানি। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে বারাসাত যশোর রোডের গেঞ্জি মিল মোড়ে রাস্তা অবরোধ করেন শতাধিক মানুষ। আরও পড়ুন- গাজায় শান্তির নামে ট্রাম্পের ফাঁদ? ‘পিস বোর্ড’-এ পাকিস্তান থাকায় চিন্তায় ভারত! এমনকি রাস্তায় শুয়ে পড়েও প্রতিবাদ জানান তাঁরা। ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ অবরোধের ফলে যশোর রোডে ব্যাপক যানজট তৈরি হয়। পরে বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 2:22 pm

মনরেগায় বঞ্চনা বহাল, বাংলার বকেয়া আটকাতে অজুহাত খুঁজছে মোদি সরকার

মনরেগা প্রকল্পের নাম বদলের পর দেশের সমস্ত রাজ্যকে মনরেগায় বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে জানালেও বাংলার ক্ষেত্রে যে সেই নিয়ম খাটবে না।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:20 pm

Vande Bharat Sleeper |সরকার দিল স্বপ্ন, যাত্রীরা দিল আবর্জনা! বন্দে ভারত স্লিপারের ভাইরাল ভিডিওতে নিন্দার ঝড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আধুনিকতার ছোঁয়া লেগেছে ভারতীয় রেলে। গতির সঙ্গে পাল্লা দিয়ে এসেছে বিশ্বমানের পরিষেবা। কিন্তু পরিকাঠামো বদলালেও কি বদলাচ্ছে মানুষের মানসিকতা? হাওড়া-গুয়াহাটি রুটে সদ্য চালু হওয়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে (Vande Bharat Sleeper) যে ছবি সামনে এল, তা ফের একবার ভারতীয় যাত্রীদের ‘নাগরিক সচেতনতা’ নিয়ে বড়সড়ো প্রশ্ন তুলে দিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত […] The post Vande Bharat Sleeper | সরকার দিল স্বপ্ন, যাত্রীরা দিল আবর্জনা! বন্দে ভারত স্লিপারের ভাইরাল ভিডিওতে নিন্দার ঝড় appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 2:17 pm

আদি-নব্যের বিবাদে ট্যাবলো ভাঙচুরের অভিযোগ, নন্দীগ্রামে বিজেপির পঞ্চায়েতের অনুষ্ঠানেই ডাক পেলেন না শুভেন্দু!

তৃণমূলের উন্নয়নের পাঁচালি ট্যাবলোর পাল্টা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন নির্ভর ট‌্যাবলোর উপর হামলা চালাল স্থানীয় আদি বিজেপি নেতা-কর্মীরা। এই ট‌্যাবলো নব‌্য বিজেপির উদ্যোগে তৈরি। অন‌্যদিকে, নন্দীগ্রাম ২ ব্লকের বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত কার্যালয় ভবনের উদ্বোধন ঘিরেও বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে এল।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:15 pm

Bankura: ‘আমাদের পাড়া’ প্রকল্পে ১৫ দিন আগে রাস্তা সংস্কার, এখন হাল দেখুন

Amader Para Amader Samadhan: যে রাস্তা তৈরির ১৫ দিনের মধ্যে এমন ফেটে চৌচির হয়ে পড়ে, সেই রাস্তা কীভাবে টেকসই হবে তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। বাঁশ দিয়ে হাল্কা চাপ দিতেই রাস্তায় গর্ত তৈরি হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার কারণেই এমন অবস্থা।

টিভি 9 বাংলা 20 Jan 2026 2:13 pm

ভ্রমণের সংজ্ঞা বদলে দিচ্ছে জেন জি’র ‘স্লো ট্রাভেল’, ঘোরার আনন্দ নিন এভাবেই

এই যে হন্যে হয়ে ঘুরে বেড়ানো, এর নাম কি সত্যিই ভ্রমণ? নাকি এক ক্লান্তিকর প্রতিযোগিতা? এক শহর থেকে অন্য শহরে চেক-লিস্ট মেলানোর দিন এবার ফুরিয়ে এল।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 2:12 pm

Union Budget 2026: বিয়ে করেছেন? এই বাজেটে আপনার জন্যই আসতে পারে বিশেষ কর ছাড়!

Joint Taxation, Budget 2026: বিবাহিত দম্পতিরা তাঁদের উপার্জনের উপর আলাদা আলাদা আয়কর রিটার্ন ফাইল না করে তাঁরা একসঙ্গে একটি আয়কর রিটার্ন জমা করতে পারবেন। এটাই হল ‘জয়েন্ট ট্যাক্সেশন’ বা যৌথ কর ব্যবস্থা। বর্তমানে ভারতের প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা করে কর জমা করেন।

টিভি 9 বাংলা 20 Jan 2026 2:09 pm

Bhangar Violence: ভাঙড়ে ফের বোমাবাজি! তৃণমূল সদস্যের ভাইকে লক্ষ্য করে হামলার অভিযোগ, কাঠগড়ায় আইএসএফ

South 24 Parganas News: ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সোমবার রাতে বাড়ি ফেরার পথে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় জখম হয়েছেন ওই ব্যক্তি। তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের চালতাবেরিয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তির নাম কামাল পুরকায়েত। তিনি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ইব্রাহিম মোল্লার ভাই। কামালের দাবি, সোমবার রাত প্রায় ১১টা নাগাদ তিনি কচুয়া এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ বামুনিয়া এলাকায় পৌঁছতেই অন্ধকারের সুযোগ নিয়ে তাঁকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয়। বোমার আঘাতে তিনি জখম হন। আরও পড়ুন- West Bengal News Live: বেলডাঙায় আগুন জ্বালাল কারা? সিসিটিভিতে মুখ চিনতেই অ্যাকশন! পুলিশের চিরুনি তল্লাশিতে জালে আরও ৫ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশিপুর থানার পুলিশ। আহত কামাল পুরকায়েতের অভিযোগ, আইএসএফের লোকেরাই আমাকে প্রাণে মারার জন্য বোমা মেরেছে। আরও পড়ুন- Nitin Nabin: মাত্র ৪৫-এই বিজেপির সুপ্রিমো! কে এই নীতিন নবীন? তবে আইএসএফ নেতৃত্বের পাল্টা দাবি, দলের ভাবমূর্তি নষ্ট করতেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে, এর সঙ্গে দলের কোনও কর্মী জড়িত নয়।রাতের এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালেও থমথমে রয়েছে এলাকা। নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য এলাকায় পুলিশি টহল চলছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। আরও পড়ুন- বাবার রিক্সা, মায়ের সেলাই, দারিদ্র্যকে হারিয়ে জাতীয় মঞ্চে ব্রোঞ্জ জয় বাংলার চন্দনের!

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 2:07 pm

গাড়ি দুর্ঘটনায় অক্ষত অক্ষয়, তবে মৃত্যুর সঙ্গে লড়ছে আহত অটোচালক, ‘খিলাড়ি’ কি পাশে দাঁড়াচ্ছেন?

ঘটনার সূত্রপাত একটি মার্সিডিজ গাড়ি থেকে। দ্রুতগতিতে আসা মার্সিডিজটি পেছন থেকে অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের ইনোভা গাড়িটিতে ধাক্কা মারে। ধাক্কার চোটে ইনোভাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটো-রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে অটোটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়।

টিভি 9 বাংলা 20 Jan 2026 1:58 pm

Indian Cricket Team: ডিমোশন হতে পারে রোহিত-বিরাটের, সেন্ট্রাল কনট্র্যাক্টে বড়সড় বদলের পথে BCCI

Indian Cricket Team : সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (India vs New Zealand)। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার সেন্ট্রাল কনট্র্যাক্ট নিয়ে একটা বড়সড় খবর সামনে এনেছে। সংবাদসংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, এবারের এই সেন্ট্রাল কনট্র্যাক্টে টিম ইন্ডিয়ার ২ ব্যাটিং মহারথী রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) ডিমোশন হতে পারে। নতুন সেন্ট্রাল কনট্র্যাক্টে তাঁদের A+ ক্যাটগরি থেকে সোজা B ক্যাটেগরিতে নামিয়ে দেওয়া হতে পারে। টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর ভারতের এই ২ ব্যাটার আপাতত ওয়ানডে ক্রিকেটেই ফোকাস করেছেন। আরও পড়ুন: Rohit Sharma ODI Performance: ১৪ বছরে নিকৃষ্টতম ওয়ানডে পারফরম্যান্স, আদৌ বিশ্বকাপে সুযোগ পাবেন রোহিত? কেন ডিমোশন হবে রোহিত-বিরাটের? বর্তমানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে আগুন ফর্মে রয়েছেন, তা দেখে সমর্থকদের মনে এই প্রশ্ন জাগতেই পারে যে বিসিসিআই (BCCI) কেন এই ২ ক্রিকেটারের ডিমোশন করছে? আপাতত রোহিত এবং বিরাট শুধুমাত্র একটি ফরম্যাটেই খেলছেন। গতবার যখন সেন্ট্রাল কনট্র্যাক্ট ঘোষণা করা হয়েছিল, সেইসময় দুজনে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলতেন। আর সেকারণেই তাঁদের A+ ক্যাটেগরিতে রাখা হয়েছিল। আরও পড়ুন: Rohit Sharma and Virat Kohli Next ODI Series: আগামী ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না রোহিত-কোহলিকে! কোন সিরিজে করবেন কামব্যাক? দুর্দান্ত ফর্মে রয়েছেন রোহিত-বিরাট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ওয়ানডে সিরিজ হেরে গেলেও, এই ২ সিরিজেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেছেন। অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মা টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করেছিলেন। অন্যদিকে, কিউয়ি দলের বিরুদ্ধে গর্জে উঠেছিল বিরাটের ব্যাট। আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে বিরাট কোহলি আপাতত শীর্ষস্থানে রয়েছেন, আর রোহিত ৩ নম্বরে। আরও পড়ুন: Shubman Gill Press Conference: ঘরের মাঠে লজ্জার হার, কার কাঁধে বন্দুক রাখলেন অধিনায়ক শুভমান গিল? প্রোমোশন হতে পারে শুভমান গিলের ভারতীয় টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) আবার এই সেন্ট্রাল কনট্র্যাক্টে প্রোমোশন হতে পারে। আপাতত তিনি গ্রেড এ-তে রয়েছেন। আশা করা হচ্ছে, তাঁকে A+ ক্যাটেগরিতে নিয়ে আসা হতে পারে। গত বছর টিম ইন্ডিয়ার হয়ে তিনটে ফরম্য়াটেই খেলেছেন শুভমান গিল। যদিও আসন্ন টি-২০ বিশ্বকাপে তিনি টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা পাননি। পাশাপাশি এই সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম বাদও পড়তে পারে। এই পরিস্থিতিতে কেমন হচ্ছে নতুন বছরের চুক্তি, সেদিকেই সকলের নজর থাকবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 1:54 pm

৪ কোটির ক্ষতি, বোর্ডের চুক্তিতে বিরাট পতন রো-কো’র! দুই তারকাকে চাপে রাখতে ছক আগরকরের?

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে বড়সড় রদবদলের সম্ভাবনা। যার জেরে এক ধাক্কায় ৪ কোটি টাকা বেতন কমতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের। কেন এই পদক্ষেপ নিতে চাইছে অজিত আগরকরের নির্বাচক কমিটি?

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 1:52 pm

Palash Muchhal |স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার ধাক্কা সামলে কাজে ফিরলেন পলাশ মুচ্ছল, নতুন ছবিতে শ্রেয়াস তলপড়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবনের টানাপোড়েন সরিয়ে রেখে অবশেষে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন পরিচালক ও সংগীতকার পলাশ মুচ্ছল। ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে হাই-প্রোফাইল বিয়ে বাতিল হওয়ার কয়েক সপ্তাহ পরই নিজের নতুন ছবির ঘোষণা করলেন পলাশ। তাঁর আসন্ন এই প্রজেক্টে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা শ্রেয়াস তলপড়ে-কে। স্মৃতি-পলাশ বিচ্ছেদ: ফিরে দেখা ২০২৫ […] The post Palash Muchhal | স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার ধাক্কা সামলে কাজে ফিরলেন পলাশ মুচ্ছল, নতুন ছবিতে শ্রেয়াস তলপড়ে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 1:52 pm

মাহিকার সঙ্গে প্রেমের মধ্যেই মহিলা ক্রিকেটারকে ভিডিও বার্তা, কী বললেন হার্দিক?

হার্দিকের তাঁর সঙ্গে একের পর এক নারীর নাম জড়িয়েছে। বিয়ের আগে হোক বা ডিভোর্সের পরে, মহিলামহলে তিনি যেন 'মোস্ট ওয়ান্টেড মুন্ডা'। আপাতত তিনি পাকাপাকিভাবে প্রেম করছেন মডেল মাহিকা শর্মার সঙ্গে।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 1:48 pm

Changrabanda |চ্যাংরাবান্ধায় সম্প্রীতির মহামিলন! হুজুর সাহেবের মেলায় রাতভর উপচে পড়া ভিড়

চ্যাংরাবান্ধা: উত্তরবঙ্গের অন্যতম বড় এবং ঐতিহ্যের মেলা হিসেবে পরিচিত চ্যাংরাবান্ধার ‘মাকসুদিয়া ইসালে সাওয়াব’ বা ‘হুজুর সাহেবের মেলা’ (Hujur Saheb Mela) এবারও সম্প্রীতির বার্তা নিয়ে জমজমাট হয়ে উঠেছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা (Changrabanda) সীমান্ত (Indo Bangla Border Mela) লাগোয়া হক মঞ্জিল এলাকা এখন এক মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা […] The post Changrabanda | চ্যাংরাবান্ধায় সম্প্রীতির মহামিলন! হুজুর সাহেবের মেলায় রাতভর উপচে পড়া ভিড় appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 1:44 pm

Parambrata Chatterjee: “হ্যাঁ, তিনি তো আছেন এখনও, আমাদের অপু অপরাজিত”, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে পরমব্রতর আবেগঘন প্রণাম

কিছু মানুষ থাকেন, যাঁরা শুধু একজন শিল্পী নন, একটি প্রজন্মের অনুভূতি হয়ে ওঠেন। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ঠিক তেমনই এক নাম। কিংবদন্তি অভিনেতার নামের সঙ্গে মিশে আছে বাঙালির শিল্প-সংস্কৃতি, সিনেমা, থিয়েটার এবং সাহিত্যচর্চার এক অমলিন অধ্যায়। তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করে প্রণাম জানালেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। সেই লেখায় শুধু শ্রদ্ধাই নয়, ধরা পড়েছে এক শিষ্যের কৃতজ্ঞতা, ভালোবাসা আর চিরন্তন শিক্ষার অনুভব। পরমব্রত সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আজ থেকে বছর কয়েক আগের কথা। এমনই এক ১৯শে জানুয়ারি সেদিন। তাঁর সামনে ঝুঁকে আছে মাথা। যদিও এটাই তো হয়ে এসেছে বারবার। কত কী শিখেছি, শিখতে চেয়েছি মনপ্রাণ দিয়ে। ‘অভিযান’ ছবিটি সে সুযোগ আরও বেশি করে এনে দেয় আমার জীবনে। তাঁর থেকে শিখছি তো এখনও। হ্যাঁ তিনি তো আছেন, এখনও, ভীষণভাবে। আমাদের অপু অপরাজিত। আজ তিনি একানব্বইয়ে। জন্মদিনে আমার প্রণাম।” এই কয়েকটি লাইনের মধ্যেই লুকিয়ে রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি পরমব্রতের গভীর শ্রদ্ধা এবং আবেগ। সৌমিত্র চট্টোপাধ্যায় মানেই শুধু একজন অভিনেতা নন, তিনি এক সম্পূর্ণ প্রতিষ্ঠান। তাঁর অভিনয় মানে পরিমিতিবোধ, শালীনতা, গভীরতা এবং এক অনন্য শিল্পচেতনা। সত্যজিৎ রায়ের হাত ধরে ‘অপুর সংসার’-এর অপু হিসেবে যাত্রা শুরু, তারপর একের পর এক চরিত্রে তিনি হয়ে উঠেছেন বাঙালির চিন্তা ও অনুভূতির প্রতিচ্ছবি। আরও পড়ুন: দূরদর্শনের সঙ্গীতশিল্পীকে নৃশংসভাবে কেন খুন করা হল? নতুন প্রজন্মের অভিনেতাদের কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় শুধুই একজন প্রখ্যাত শিল্পী নন, তিনি এক জীবন্ত পাঠশালা। ‘অভিযান’ ছবিতে একসঙ্গে কাজ করার সুযোগ পরমব্রতের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা তাঁর লেখাতেই স্পষ্ট। তিনি যেন বলতে চেয়েছেন, সৌমিত্রর সংস্পর্শে এলেই শেখা শেষ হয় না, বরং শেখার শুরু হয়। অভিনয়, শৃঙ্খলা, পেশাদারিত্ব, শিল্পীর দায়িত্ববোধ সব কিছুর পাঠ তিনি দিয়েছেন নীরবে, নিজের কাজের মাধ্যমে। কিংবদন্তিকে স্মরণ করে পরমব্রতের লেখা যেন মনে করিয়ে দেয় যে, মহান শিল্পীরা কখনও চলে যান না। তাঁরা থেকে যান ভাবনায়, কাজে ও শিল্পচর্চায়। আরও পড়ুন: ‘কাঁটা লাগা গার্ল’ শেফালির মৃত্যু ঘিরে রহস্য, এখনো কার হৃদয় জুড়ে রয়েছেন তিনি?

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 1:40 pm

বন্দে ভারত স্লিপার যেন চলমান ডাস্টবিন! ভাইরাল আবর্জনার ভিডিও, যাত্রীদের কাণ্ডে তুঙ্গে বিতর্ক

ভোটমুখী বাংলায় হইচই করে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের কয়েক ঘণ্টা পরেই 'কালিমালিপ্ত' হল হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) রুটের সেই আধুনিক ট্রেন।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 1:38 pm

Delhi Metro Viral Video: মেট্রো স্টেশনের ভিতরে প্রস্রাব, ক্যামেরায় ধরা পড়তেই পালালেন যাত্রী, ভিডিও ভাইরাল!

Delhi Metro Viral Video: দিল্লি মেট্রোকে দেশের অন্যতম শৃঙ্খলাবদ্ধ এবং আধুনিক গণপরিবহণ ব্যবস্থা হিসেবে ধরা হয়। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই পরিষেবার ওপর নির্ভর করেন। কিন্তু সম্প্রতি একটি ভাইরাল ভিডিও সেই ভাবমূর্তিতে বড়সড় ধাক্কা দিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি দিল্লি মেট্রোর একটি স্টেশনের ভিতরে প্রকাশ্যে প্রস্রাব করছেন। ভিডিও করা হচ্ছে বুঝতে পেরেই তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। দাবি করা হচ্ছে, ঘটনাটি পিংক লাইনের একটি স্টেশনে ঘটেছে। এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বহু মানুষ ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, এত উন্নত পরিকাঠামোর মধ্যেও কীভাবে এমন আচরণ সম্ভব! নাগরিক বোধের অভাব নিয়েও সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ায় দিল্লি মেট্রো রেল কর্পোরেশন বা ডিএমআরসি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। আরও পড়ুন- এই সবজিটি শুধু অন্ত্র-বান্ধবই নয়, 'সুপারপাওয়ার'ও! কেন বলছেন করিনা কাপুর? ডিএমআরসি এক বিবৃতিতে যাত্রীদের কাছে আবেদন জানিয়ে বলেছে, মেট্রোর সমস্ত প্রাঙ্গণ পরিষ্কার এবং স্বাস্থ্যকর রাখা সকলের দায়িত্ব। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনও যাত্রী এমন কোনও অশালীন বা অসামাজিক কার্যকলাপ করে থাকেন, তাহলে তৎক্ষণাৎ মেট্রো কর্তৃপক্ষকে জানানো উচিত। ডিএমআরসি স্পষ্ট করে জানিয়েছে যে, এই ধরনের ঘটনায় নিয়ম অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আরও পড়ুন- সময়ের সঙ্গে দাম্পত্যে 'ঝলকানি' কমে যাওয়া স্বাভাবিক? জানুন শিল্পা শেট্টির কাহিনি! সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এও ডিএমআরসি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা জানিয়েছে, এই ধরনের ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখিত এবং ভবিষ্যতে এমন কিছু নজরে এলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তবে ভিডিওতে অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করা বা তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। আরও পড়ুন- প্রতিদিন সহজে সুস্থ থাকতে রান্নাঘরে অবশ্যই রাখুন এই ৬ স্বাস্থ্যকর খাবার এতে সাধারণ যাত্রীদের ক্ষোভ আরও বেড়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, তাঁর সামনেও একবার এমন ঘটনা ঘটেছিল। রাতের দিকে একজন ব্যক্তি তাঁর সামনে মেট্রো প্ল্যাটফর্মেই প্রস্রাব শুরু করেন। সেই অভিজ্ঞতার পর থেকে তিনি বাধ্য না হলে মেট্রোতে যাতায়াত এড়িয়ে চলেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি। আরেকজন নেটিজেন দাবি তুলেছেন, এই ধরনের লোকদের কঠোর শাস্তি দেওয়া উচিত, জরিমানা করা উচিত এবং প্রকাশ্যে লজ্জা দেওয়া উচিত। আরও পড়ুন- স্পেনে লোয়ার বডি ফিটনেসে বিশেষ জোর তামান্না ভাটিয়ার, দেখুন সেই ভিডিও! কিছু মানুষ এই ঘটনার পিছনে পরিকাঠামোগত সমস্যার কথাও তুলেছেন। তাঁদের মতে, পর্যাপ্ত শৌচালয়ের অভাব অনেক সময় এই ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যদি মেট্রো স্টেশনগুলিতে আরও বেশি ইউরিনাল বা শৌচালয়ের ব্যবস্থা করা হয়, তাহলে এই ধরনের অসুবিধা অনেকটাই কমতে পারে বলেই তাঁরা মত প্রকাশ করেছেন। Delhi Metro?? pic.twitter.com/WjYzRMJQA3 — Ghar Ke Kalesh (@gharkekalesh) January 19, 2026 অন্যদিকে, অনেকেই এই ঘটনাকে বৃহত্তর সামাজিক সমস্যার প্রতিফলন হিসেবে দেখছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নাগরিক আচরণ এবং শিক্ষার ঘাটতির ফল। তাঁর মতে, আমাদের শিক্ষা ব্যবস্থা পেশাগত দক্ষতার ওপর জোর দিলেও জনসমক্ষে আচরণ এবং নাগরিক দায়িত্ববোধ শেখাতে ব্যর্থ। এর আগেও ঘটেছে এই ঘটনা যে প্রথম নয়, তা-ও অনেকে মনে করিয়ে দিয়েছেন। গত বছর সেপ্টেম্বর মাসেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে এক বৃদ্ধকে মেট্রো কোচের ভিতরে দুটি কামরার সংযোগস্থলে প্রস্রাব করতে দেখা গিয়েছিল। সেই সময়ও একই ধরনের ক্ষোভ ও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল। বিশেষজ্ঞদের মতে, শুধু শাস্তি বা জরিমানাই এই সমস্যার স্থায়ী সমাধান নয়। এর সঙ্গে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং গণপরিবহণ ব্যবস্থায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে নিয়মিত প্রচার দরকার। মেট্রোর মতো জনবহুল জায়গায় প্রত্যেক যাত্রীর আচরণ অন্যদের অভিজ্ঞতাকে প্রভাবিত করে। এমন মতও প্রকাশ করেছেন এক নেটিজেন। সব মিলিয়ে বলা যায়, দিল্লি মেট্রোর এই ভাইরাল ভিডিও আবারও নাগরিক বোধ ও সামাজিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আধুনিক পরিকাঠামোর পাশাপাশি যদি নাগরিক আচরণে পরিবর্তন না আসে, তবে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। তাই কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও দায়িত্ববোধই পারে এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি রুখতে। এমন মতেই সায় দিয়েছেন অধিকাংশ নেটিজেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 1:34 pm

বিনিয়োগে ‘রুপোলি’দিন, দ্রুত লাখপতি হতে নিশ্চিন্তে লগ্নি করুন সাদা ধাতুতে

লগ্নিকারীদের জন্য বার্তা পরিষ্কার— শুধু গয়না হিসেবে নয়, সম্পদ বৃদ্ধির লক্ষ্যে রুপো এখন সোনার চেয়েও অনেক বেশি শক্তিশালী 'অ্যাসেট'।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 1:34 pm

Balurghat: নদীতেই ভেসে আসে মানুষের কঙ্কাল, কিন্তু তা দেখেই স্থানীয় বাসিন্দারা যা বললেন, তা চমকে ওঠার মতো

Balurghat Skeleton: বালুরঘাট শহরের মাঝ বরাবর বয়ে গিয়েছে আত্রেয়ী খাঁড়ি বা ডাঙ্গা খাঁড়ি। বালুরঘাট জোড়া ব্রিজ সংলগ্ন খাঁড়িতে এদিন সকালে নরকঙ্কাল দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল বাহিনী।

টিভি 9 বাংলা 20 Jan 2026 1:29 pm

PM Modi |বিজেপির নতুন ‘বস’ নিতিন নবীন, সর্বকনিষ্ঠ সভাপতির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক কাঠামোয় শুরু হলো এক নতুন যুগের। জে পি নাড্ডার (JP Nadda) উত্তরসূরি হিসেবে মাত্র ৪৫ বছর বয়সে দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন নিতিন নবীন (Nitin Nabin)। মঙ্গলবার দলের নবীন নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে দিলেন যে, আগামীর বিজেপির (BJP) কাণ্ডারি হতে […] The post PM Modi | বিজেপির নতুন ‘বস’ নিতিন নবীন, সর্বকনিষ্ঠ সভাপতির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 1:29 pm

ফ্যানের সঙ্গে সেলফি তুলতে নারাজ শাহরুখ! চটে গিয়ে বাদশা যা করলেন…

শাহরুখ যখন মঞ্চে পুরস্কার তুলে দিচ্ছেন, তখন তাঁর পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হঠাৎই ফোন বের করে সেলফি তোলার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই ঘটে বিপত্তি। শাহরুখ অত্যন্ত শান্তভাবে ওই ব্যক্তির হাত থেকে ফোনটি কেড়ে নেন এবং তাঁকে সামনের দিকে অর্থাৎ অফিশিয়াল ক্যামেরার দিকে তাকাতে বলেন।

টিভি 9 বাংলা 20 Jan 2026 1:27 pm

‘উনিই বস, আমি কর্মী’, ‘মিলেনিয়াল’জাতীয় সভাপতি নীতীনের ভূয়সী প্রশংসা মোদির

মঙ্গলবার বিজেপির নতুন জাতীয় সভাপতির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া সবচেয়ে কমবয়সি নেতা নীতীন নবীনকে 'মিলেনিয়াল' বলেন তিনি।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 1:26 pm

‘উনিই বস, আমি কর্মী’, ‘মিলেনিয়াল’জাতিয় সভাপতি নীতীনের ভূয়সী প্রসংসা মোদির

মঙ্গলবার বিজেপির নতুন জাতীয় সভাপতির ভূয়সী প্রসংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী নেতা নীতীন নবীনকে 'মিলেনিয়াল' বলেন তিনি।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 1:26 pm

শাহের পর মোদি সাক্ষাতে দিলীপ, ছাব্বিশের আগে ‘দাবাং নেতা’কে চাঙ্গা করতে কী মন্ত্র প্রধানমন্ত্রীর?

বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন মোদির সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে দিলীপ ঘোষের। কিন্তু রাজ্য সভাপতির দায়িত্ব ছাড়ার পর সেভাবে আর প্রধানমন্ত্রীর সভায় দেখা যায়নি তাঁকে।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 1:24 pm

‘প্রিয়াঙ্কার সাফল্যের খেসারত দিচ্ছে ওর ভাই সিদ্ধার্থ’! অনুতপ্ত মা মধু, চোপড়া পরিবারে চিঁড়?

ভাই সিদ্ধার্থ বর্তমানে লন্ডনে থাকেন। অন্যদিকে মধু চোপড়াকে মেয়ে-জামাই নিক-প্রিয়াঙ্কার সাথেই বেশি দেখা যায়।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 1:15 pm

Aadhaar Biometric Lock: এই কাজ না করলে হতেই পারেন সর্বস্বান্ত! কীভাবে করবেন আধারের বায়োমেট্রিক লক?

Unique Identification Authority of India, Aadhaar Card: বায়োমেট্রিক লক করা থাকলে পরিচয় যাচাই বা কেওয়াইসির মতো বায়োমেট্রিক অথেন্টিকেশনের উপর নির্ভর করে চলা প্রক্রিয়াগুলো সাময়িকভাবে বন্ধ থাকে। তবে আধার নম্বর ও অন্যান্য পরিষেবাগুলো কিন্তু চালু থাকে।

টিভি 9 বাংলা 20 Jan 2026 1:15 pm

Malda |মালদায় পুলিশের বড় সাফল্য! পৃথক অভিযানে ১৫টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার ২ অস্ত্র কারবারি

মালদা: জেলায় অস্ত্র পাচারের বড়সড় ছক বানচাল করল মালদা জেলা পুলিশ (Malda Police)। সোমবার রাতে দুটি পৃথক এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে ১৫টি আগ্নেয়াস্ত্র, ৮টি ম্যাগাজিন এবং ২৫ রাউন্ড তাজা কার্তুজ। এই ঘটনায় দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ মিলকি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে […] The post Malda | মালদায় পুলিশের বড় সাফল্য! পৃথক অভিযানে ১৫টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার ২ অস্ত্র কারবারি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 1:06 pm

Kalchini |আরএসএস থেকে তৃণমূলের হর্তাকর্তা, গঙ্গাপ্রসাদই কি কালচিনির ঘাসফুলের বড় কাঁটা?

মোস্তাক মোরশেদ হোসেন ও সমীর দাস, কালচিনি: অতীতে আরএসএসের নিবেদিতপ্রাণ প্রচারক গঙ্গাপ্রসাদ শর্মা এখন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কমিটির চেয়ারম্যান। জয়গাঁ উন্নয়ন পর্ষদেরও চেয়ারম্যান। ক্ষমতার অলিন্দে ক্ষেত্রবিশেষে দলের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইকের চেয়েও বেশি প্রভাব গঙ্গার। আবার দলটার প্রাক্তন আলিপুরদুয়ার জেলা সভাপতি মোহন শর্মা এখন বিজেপির রাজ্য সম্পাদক। দুই দলবদলুর মিল হল- দুজনেই কালচিনির (Kalchini)। গঙ্গা […] The post Kalchini | আরএসএস থেকে তৃণমূলের হর্তাকর্তা, গঙ্গাপ্রসাদই কি কালচিনির ঘাসফুলের বড় কাঁটা? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 1:02 pm

Vande Bharat Sleeper |দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের যাত্রা শুরু! হাওড়া-কামাখ্যা রুটে নতুন যুগের সূচনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনে চালু হলো দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper)। দীর্ঘ দূরত্বের যাত্রাকে আরও আরামদায়ক ও গতিশীল করতে হাওড়া এবং গুয়াহাটির কামাখ্যার মধ্যে এই আধুনিক ট্রেনটি নিয়মিত চলাচল করবে। গত ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বঙ্গ সফরকালে হাওড়া-কামাখ্যা […] The post Vande Bharat Sleeper | দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের যাত্রা শুরু! হাওড়া-কামাখ্যা রুটে নতুন যুগের সূচনা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 1:00 pm

‘এবার ২০০ শতাংশ শুল্ক চাপাব’, কটাক্ষের শিকার হতেই ফ্রান্সের উপর রেগে আগুন ট্রাম্প

গ্রিনল্যান্ড নিয়ে বিরুদ্ধাচারণ করায় কয়েকদিন আগেই ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন ট্রাম্প।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 12:58 pm

‘গম্ভীর হায় হায়’শুনে রেগে আগুন কোহলি! ভাইরাল ভিডিওর পিছনে লুকিয়ে কোন সত্যি?

ভাইরাল ভিডিওয় দেখা যায়, দর্শকদের একাংশ থেকে 'গম্ভীর হায় হায়' স্লোগান উড়ে আসছে। মাঠের মধ্যে একসঙ্গে দাঁড়িয়ে বিরাট কোহলি, কেএল রাহুল, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রবীন্দ্র জাদেজারা।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 12:57 pm

ইনচার্জ পদে লকেট-সৌমিত্র, পছন্দের ‘পারিষদ’-সহ বঙ্গ বিজেপির রাশ হাতে নিলেন শমীক

ছাব্বিশের ভোটে বাজিমাত করতে নয়া রণকৌশল বিজেপি রাজ্য সভাপতির, পছন্দমতো সাজিয়ে ফেললেন শাখা সংগঠনগুলিকেও।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 12:56 pm

Anirban Bhattacharya: ‘আমি মুরগী হলাম’ অনির্বাণের পোস্টে তোলপাড়, দেশু ৭ জল্পনার মাঝেই বার্তা?

একাধিক চর্চা, বিতর্ক আর জল্পনার কেন্দ্রে ঘুরপাক খাচ্ছে একটাই নাম- টলিপাড়ার পাওয়ার স্টার অনির্বাণ ভট্টাচার্য। কখনও তাঁর গান, কখনও ‘হুলিগানইজম’ ব্যান্ডকে ঘিরে উন্মাদনা, আবার কখনও ফেডারেশনের সঙ্গে সংঘাত বা দীর্ঘদিন পর্দায় অনুপস্থিতি- সব মিলিয়ে টলিপাড়ায় অনির্বাণ যেন এক অনিবার্য আলোচনার বিষয়। শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘রঘু ডাকাত’ ছবিতে। তারপর থেকে নতুন সিনেমা, ওয়েব সিরিজ কিংবা পরিচালনার কাজে তাঁকে দেখা যায়নি। যদিও পুজোর সময় নিজের ব্যান্ড ‘হুলিগানইজম’-কে সঙ্গে নিয়ে আমেরিকায় একাধিক শো করে তিনি আবার খবরের শিরোনামে উঠে আসেন। কিন্তু, দেবের ওই ছবিতে তিনি প্রসংশা পেলেও, ফেডারেশনের সঙ্গে অসন্তোষ বেজায় বিপদে ফেলে। এদিকে গতকাল দেব লাইভে জানিয়ে দেন অনির্বাণের মত অভিনেতা বাংলার গর্ব। তিনি কাজ না করা মানে খুবই ক্ষতি। AR Rahman controversy: সাম্প্রদায়িক বিতর্কে জর্জরিত, রহমানের পাশে আদৌ দাঁড়ালেন ইমতিয়াজ? তবে ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যায় অন্য কথা। ফেডারেশনের কিছু নিয়মের বিরুদ্ধে বক্তব্য রাখায়, এবং আদালতের দ্বারস্থ হওয়ার কারণেই নাকি, অনির্বাণের সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করছেন টেকনিশিয়ানদের একাংশ। সেই থেকেই নাকি তৈরি হয়েছে পেশাগত জটিলতা। এই আবহেই সম্প্রতি রটনা ছড়ায়, দেবের আসন্ন পুজোর ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে অনির্বাণকে। দেব গতকাল বলেন, এখন তিনি বেশি করে তাঁর ছবিতে অনির্বাণকে চান। এর আগেও সংবাদমাধ্যমের সামনে দেব বলেছিলেন, অনির্বাণের হয়ে তিনি প্রয়োজনে ক্ষমা চাইতেও প্রস্তুত। একই সুর শোনা গিয়েছে রাজ চক্রবর্তীর গলাতেও। রাজ প্রকাশ্যে জানিয়েছেন, দরকার হলে তিনিও অনির্বাণের হয়ে ক্ষমা চাইবেন, কারণ অভিনেতার কাজে ফেরাটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। Taslima Nasrin: ‘ধনীরা বিপদে পড়ে না’, সাম্প্রদায়িক বিতর্কে আক্রমণ তসলিমা নাসরিনের এই সমস্ত জল্পনা-কল্পনার মাঝেই সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় পোস্ট করেন অনির্বাণ। এমনকি, দেশু লাইভ দেখার পর বেশ খোশমেজাজে গান গাইতে দেখা যায় অভিনেতাকে। অনির্বাণ ফুরফুরে মেজাজেই ছিলেন। তবে, তাঁর পোস্ট অন্য কথা বলছে? একটি ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে থাকা এক মানুষের মাথা মুরগির মতো। নীচে লেখা, ‘পৃথিবীটা ভাল লোকেদের নয়’। ক্যাপশনে অনির্বাণ লেখেন, ‘আমি মুরগী হলাম’। ছবিটি মুহূর্তে আলোড়ন ফেলে দেয়। বিশেষ করে যেদিন তাঁর সম্ভাব্য নতুন কাজের ঘোষণা নিয়ে আলোচনা চলছে, ঠিক সেদিন এই ইঙ্গিতপূর্ণ পোস্ট নতুন করে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, ‘পৃথিবীটা ভাল লোকেদের নয়’- এই লাইনেই রয়েছে ‘হুলিগানইজম’-এর একটি গান। ফলে অনেকের ধারণা, পোস্টটি তাঁর শিল্পীসত্তা বা প্রতিবাদের ভাষা। এদিকে শোনা যাচ্ছে, অনির্বাণ যুক্ত হতে চলেছেন একটি নতুন ইউটিউব চ্যানেল ‘ফানুস’-এর সঙ্গে, যেখানে আরও বহু অভিনেতা-অভিনেত্রীরা কাজ করবেন। তবে এই পোস্ট কি নতুন কাজের ইশারা, নাকি ব্যক্তিগত ক্ষোভের প্রতিফলন- তার উত্তর আপাতত অনির্বাণের কাছেই রয়ে গেল।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 12:56 pm

Donald Trump |ফরাসি ‘মদে’ ২০০% শুল্কের হুমকি ট্রাম্পের! গ্রিনল্যান্ড ইস্যুতে তুঙ্গে আমেরিকা-ফ্রান্স সংঘাত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ-র মধ্যকার কূটনৈতিক লড়াই এখন এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্পের প্রস্তাবিত “বোর্ড অফ পিস”-এ (Board of Peace) যোগ দিতে ফ্রান্সের অস্বীকৃতি এবং গ্রিনল্যান্ড ইস্যুতে প্যারিসের উপহাসের প্রতিক্রিয়ায় এবার ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কড়া […] The post Donald Trump | ফরাসি ‘মদে’ ২০০% শুল্কের হুমকি ট্রাম্পের! গ্রিনল্যান্ড ইস্যুতে তুঙ্গে আমেরিকা-ফ্রান্স সংঘাত appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 12:53 pm

হতে পারি আমি প্রধানমন্ত্রী, বিজেপিতে আমি কার্যকর্তা, আর নিতিন নবীন আমার বস: মোদী

Narendra Modi: নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। ৫০ বছরের কম বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই সব একটা জায়গায় আছে। কিন্তু এর থেকেও বড় পরিচয় হল আমি বিজেপির একজন কার্যকর্তা। নিতিন নবীনের শপথ গ্রহণ অনুষ্ঠানে এমনটাই বললেন নরেন্দ্র মোদী।

টিভি 9 বাংলা 20 Jan 2026 12:51 pm

ফের উত্তপ্ত ভাঙড়! তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক বোমা, ঝলসে গেল হাত

ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। তদন্তে পুলিশ।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 12:49 pm

North Dinajpur |অর্ধসমাপ্ত সেতুতে অনিশ্চিত ভবিষ্যৎ, চাঁদা তুলে নির্মিত সাঁকোই এখন ভরসা পড়ুয়াদের

মহম্মদ আশরাফুল হক, গোয়ালপোখর: উদ্দেশ্য ছিল, সেতু নির্মাণ হবে পিতানুর ওপর। যদিও, শুধুমাত্র দুটো পিলার আর তার মাঝের অংশে কংক্রিটের ছাদটুকু হয়েছে। গ্রামবাসীদের কেউ বলছেন, দশ বছর আগে অর্ধনির্মিত অবস্থায় বন্ধ হয়ে গিয়েছে কাজ। কারও দাবি, তারও বেশি সময় ধরে এমন অবস্থা। ছবিটা উত্তর দিনাজপুর জেলার (North Dinajpur) গোয়ালপোখর-১ ব্লকের গোতি গ্রাম পঞ্চায়েতের। নদীর ওপারে […] The post North Dinajpur | অর্ধসমাপ্ত সেতুতে অনিশ্চিত ভবিষ্যৎ, চাঁদা তুলে নির্মিত সাঁকোই এখন ভরসা পড়ুয়াদের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 12:45 pm

জাতীয় সঙ্গীতের অবমাননা! ভাষণ না দিয়েই তামিলনাড়ু বিধানসভা ছাড়লেন ক্ষুব্ধ রাজ্যপাল, পালটা স্ট্যালিনের

মঙ্গলবার থেকে শুরু হয়েছে তামিলনাড়ু বিধানসভার অধিবেশন।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 12:44 pm

Saina Nehwal Retirement: কেন আচমকা অবসর গ্রহণ করলেন সাইনা? সামনে এল আসল কারণ

Saina Nehwal: ভারতের তারকা মহিলা শাটলার সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন (Badminton) থেকে অবসর গ্রহণ করেছেন। গত ২ বছরে তিনি একাধিকবার চোটে আক্রান্ত হয়েছিলেন। বিশেষ করে ভুগছিলেন হাঁটুর সমস্যায়। এবার সাইনা জানালেন, আন্তর্জাতিক স্তরের চাপ আর তিনি গ্রহণ করতে পারছেন না। উল্লেখ্য, ২০১২ সালে ব্রোঞ্জ় পদক জয় করেছিলেন সাইনা। তবে ২০২৩ সালে সিঙ্গাপুর ওপেনে তাঁকে শেষবার প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দেখতে পাওয়া গিয়েছিল। যদিও সেইসময় তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেননি। আরও পড়ুন: Saina-Kashyap Divorce: 'লাগে না জিয়া তুই ছাড়া!', বিচ্ছেদের ১৯ দিনেই মনখারাপ সাইনার, ছুটলেন স্বামী কাশ্যপের কাছে 'নিজের ইচ্ছেতেই শুরু করেছিলাম, শেষটাও নিজের ইচ্ছেতেই করলাম...' একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে সাইনা নেহওয়াল জানিয়েছিলেন, প্রায় বছর দুয়েক আগেই তিনি খেলা বন্ধ করে দিয়েছিলেন। তিনি মনে করেন, ব্যাডমিন্টন খেলা নিজের ইচ্ছেতেই শুরু করেছিলেন। আর অবসর গ্রহণের সিদ্ধান্তটাও তাঁর একান্তই ব্যক্তিগত। সেকারণে আলাদা করে তিনি আর কিছু ঘোষণা করেননি। সাইনা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যখন কোনও খেলোয়াড় আর লড়াই করার মতো জায়গায় না থাকেন, সেটা অকপটে স্বীকার করে নেওয়া উচিত। তিনি বললেন, 'যদি আপনি আর খেলার মতো অবস্থায় না থাকেন, তাহলে ওখানেই দাঁড়ি টানা উচিত।' আরও পড়ুন: Saina Nehwal Net Worth: ব্যাডমিন্টন না খেলেও কোটি কোটি টাকা আয়! সাইনার মোট সম্পত্তি কত জানেন? হাঁটুর চোটই অবসরের আসল কারণ? একটা সময় সাইনা বিশ্বের এক নম্বর ব্যাডিমিন্টন তারকা হিসেবে নাম লিখিয়েছিলেন। সম্প্রতি জানিয়েছেন, হাঁটুর চোটই তাঁকে একেবারে কাহিল করে দিয়েছে। এই ব্যাপারে তাঁর বাবা-মা এবং কোচ আগে থেকেই জানতেন। সাইনার কথায়, 'আর হয়ত আমি পারতামও না। আমার কাছে খেলাটা বেশ কঠিন হয়ে উঠেছে।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ইচ্ছে করেই আনুষ্ঠানিকভাবে অবসরের কথা ঘোষণা করেননি। আস্তে আস্তে সকলেই বুঝে যাবে, সাইনা আর ব্য়াডমিন্টন কোর্টে ফিরবে না। আরও পড়ুন: Saina-Kashyap Divorce: আচমকা কেন সাইনা-কাশ্যপের ডিভোর্স, এটাই আসল কারণ তারকা দম্পতির বিচ্ছেদের! হাঁটুর জন্য় অনুশীলনও করতে পারছেন না সাইনা জানিয়েছেন, শীর্ষস্থান ধরে রাখার জন্য প্রতিদিন ৮-৯ ঘণ্টা কঠোর অনুশীলন করতে হয়। কিন্তু, হাঁটুর এই চোটের কারণে তিনি প্রতিদিন ১-২ ঘণ্টা অনুশীলনও করতে পারছেন না। বেশি অনুশীলন করলে হাঁটুতে যন্ত্রণা হচ্ছে। এরপর নিজেকে আর মোটিভেট করতে পারছেন না তিনি। এমন একটা সময়ই সাইনার মনে হয়েছে, 'অনেক তো হল। আর নয়।' ২০১৬ রিও অলিম্পিক চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন সাইনা। তা সত্ত্বেও তিনি ২০১৭ সালে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এবং ব্রোঞ্জ পদক জিতে নেন। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসেও জেতেন সোনার পদক। কিন্তু, হাঁটুর চোট বারংবারও তাঁর কেরিয়ারে উন্নতির পথে বাধা সৃষ্টি করছিল। ২০২৪ সালে সাইনা স্পষ্ট জানিয়ে দেন, তাঁর হাঁটুতে আর্থারাইটিস রয়েছে। কার্টিলেজ একেবারে নষ্ট হয়ে গিয়েছে। সেকারণে তিনি আরও কখনই হাই-লেভেলের অনুশীলন করতে পারবেন না।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 12:40 pm

Gaido Philosophy Explained: কেরিয়ারের সমস্যায় ভুগছেন? কাজে লাগান জাপানের 'গেইডো' দর্শন!

Gaido Philosophy Explained: আজকের দ্রুতগতির দুনিয়ায় আমরা সবাই যেন তাড়াহুড়োর মধ্যে আটকে গেছি। দ্রুত ফল, দ্রুত সাফল্য এবং অল্প সময়ে বড় কিছু অর্জনের চাপ আমাদের প্রতিদিন তাড়া করে বেড়ায়। ঠিক এই বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে আছে জাপানের এক প্রাচীন দর্শন—গেইডো। এই দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সাফল্য কখনও তাড়াহুড়ো করে আসে না। ধীরে, মনোযোগ দিয়ে এবং নিষ্ঠার সঙ্গে এগোনোর মধ্যেই আসল সৌন্দর্য লুকিয়ে আছে। গেইডো শব্দের অর্থ হল, 'শিল্পের পথ'। জাপানি সংস্কৃতিতে শিল্প মানে কেবল আঁকা, লেখা বা মার্শাল আর্ট নয়। যে কোনও কাজ, পেশা বা দক্ষতাকেই সেখানে শিল্প হিসেবে দেখা হয়। গেইডোর মূল বিশ্বাস হল, কোনও কাজে প্রকৃত দক্ষতা অর্জন শুধু প্রতিভার ওপর নির্ভর করে না। এজন্য দরকার শৃঙ্খলা, ধৈর্য, নম্রতা এবং নিজের ভেতরের মানুষটিকে গড়ে তোলার দীর্ঘ যাত্রা। জাপানে চূড়ান্ত ফলাফলের চেয়ে প্রক্রিয়াটিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনি কীভাবে কাজটি করছেন, কী মানসিকতা নিয়ে এগোচ্ছেন এবং সেই পথে কীভাবে নিজেকে বদলাচ্ছেন—এই বিষয়গুলোই গেইডোর মূল কেন্দ্রবিন্দু। তাই এখানে সাফল্য মানে শুধু লক্ষ্য পূরণ নয়, বরং সেই যাত্রায় নিজেকে আরও পরিশীলিত করে তোলা। চা অনুষ্ঠানের মত সাধারণ মনে হওয়া একটি রীতির মধ্যেও গেইডোর দর্শন স্পষ্টভাবে ফুটে ওঠে। 'সাদো' নামে পরিচিত এই চা অনুষ্ঠান কেবল চা পান করার বিষয় নয়। প্রতিটি নড়াচড়া, প্রতিটি নীরবতা এবং প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকার অভ্যাস মানুষকে ধৈর্য এবং মনোযোগ ধরতে শেখায়। এখানে তাড়াহুড়োর কোনও জায়গা নেই। ধীরে ধীরে কাজ করার মধ্যেই পরিপূর্ণতা খুঁজতে হয়। একইভাবে ফুল সাজানোর শিল্প ইকেবানা বা কাদো আমাদের শেখায় ভারসাম্য এবং সংযমের গুরুত্ব। এটি কেবল সুন্দর তোড়া বানানোর বিষয় নয়, বরং প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করার এক ধরনের সাধনা। অসম্পূর্ণতার মধ্যেও সৌন্দর্য খুঁজে নেওয়ার ক্ষমতাই গেইডোর অন্যতম শিক্ষা। শোডো বা ক্যালিগ্রাফি শোডো বা ক্যালিগ্রাফির ক্ষেত্রেও একই দর্শন প্রযোজ্য। এখানে নিখুঁত অক্ষর লেখাই শেষ কথা নয়। বরং প্রতিটি তুলির আঁচড়ে শিল্পীর মানসিক অবস্থা, অনুভূতি ও মনোযোগ প্রকাশ পায়। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন মানুষ ধীরে নিজেকে চেনেন এবং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে শেখেন। আরও পড়ুন- এই সবজিটি শুধু অন্ত্র-বান্ধবই নয়, 'সুপারপাওয়ার'ও! কেন বলছেন করিনা কাপুর? জুডো বা কেন্ডোর মতো মার্শাল আর্টেও গেইডোর প্রভাব গভীর। এগুলো শুধু শারীরিক শক্তি বাড়ানোর অনুশীলন নয়, বরং মানসিক স্থিরতা, আত্মনিয়ন্ত্রণ এবং শ্রদ্ধাবোধ গড়ে তোলার পথ। এখানে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার চেয়ে নিজেকে প্রতিদিন একটু ভালো করে গড়ে তোলাই আসল লক্ষ্য থাকে। আরও পড়ুন- প্রতিদিন সহজে সুস্থ থাকতে রান্নাঘরে অবশ্যই রাখুন এই ৬ স্বাস্থ্যকর খাবার গেইডোর দর্শন অনুযায়ী, শুরুতে একজন শিক্ষার্থী তাঁর গুরুকে অনুসরণ করেন। কীভাবে কাজ করতে হয়, কীভাবে ভাবতে হয় এবং কীভাবে অনুভব করতে হয়—সবকিছুই শেখানো হয় পর্যবেক্ষণ এবং অনুশীলনের মাধ্যমে। সময়ের সঙ্গে যখন আত্মবিশ্বাস বাড়ে, তখন ব্যক্তি নিজের স্বকীয়তা প্রকাশ করতে শুরু করেন। এইভাবে ঐতিহ্য এবং ব্যক্তিগত সৃষ্টিশীলতার এক সমন্বয় তৈরি হয়। আরও পড়ুন- স্পেনে লোয়ার বডি ফিটনেসে বিশেষ জোর তামান্না ভাটিয়ার, দেখুন সেই ভিডিও! আজকের আধুনিক জীবনে আমরা হয়তো জাপানের কোনও চা ঘরে বসে চা বানাচ্ছি না বা কোনও মার্শাল আর্ট স্কুলে অনুশীলন করছি না। তবুও গেইডোর শিক্ষা আমাদের দৈনন্দিন কাজেও প্রয়োগ করা যায়। আপনি যদি একজন প্রোগ্রামার, লেখক, ব্যবসায়ী বা রান্নার শিল্পী হন, গেইডোর মূল ভাবনা আপনার কাজের মানসিকতাই বদলে দিতে পারে। আরও পড়ুন- রাতে হাঁটুর ব্যথায় ঘুম উধাও? কারণ ও আরাম পাওয়ার উপায় জেনে নিন ধীরে শেখা, নিয়মিত অনুশীলন, অভিজ্ঞদের কাছ থেকে শেখার মানসিকতা এবং তাত্ক্ষণিক সাফল্যের লোভ থেকে দূরে থাকা—এই অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে কেরিয়ারের ভিত আরও শক্ত করে। গেইডো আমাদের শেখায় যে সাফল্য কোনও দৌড় নয়, বরং এটি একটি যাত্রা। যত্ন, ধৈর্য, গভীর মনোযোগ নিয়ে সেই পথে হাঁটলে, গন্তব্যে পৌঁছনোর আগেই আমরা অনেক কিছু অর্জন করে ফেলি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 12:37 pm

Nitin Nabin: মাত্র ৪৫-এই বিজেপির সুপ্রিমো! কে এই নীতিন নবীন?

New BJP Chief: মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন জাতীয় সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নীতিন নবীন। মাত্র ৪৫ বছর বয়সে দলের সর্বোচ্চ পদে আসীন হয়ে তিনি বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হওয়ার নজির গড়লেন। জে পি নাড্ডার স্থলাভিষিক্ত হলেন নীতিন নবীন। এদিন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আয়োজিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মতো শীর্ষ নেতারা। বিদায়ী সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা নতুন সভাপতিকে স্বাগত জানান এবং দায়িত্ব হস্তান্তর করেন। ২০২০ সালের জানুয়ারি থেকে নাড্ডা এই পদে ছিলেন। আরও পড়ুন- West Bengal News Live: বেলডাঙায় আগুন জ্বালাল কারা? সিসিটিভিতে মুখ চিনতেই অ্যাকশন! পুলিশের চিরুনি তল্লাশিতে জালে আরও ৫ উপস্থিত ছিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, ওড়িশার মোহন চরণ মাঝি, হরিয়ানার নায়েব সিং সাইনি, রাজস্থানের ভজনলাল শর্মা এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই অনুষ্ঠানে যোগ দেন। রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারীও এদিন উপস্থিত ছিলেন। আরও পড়ুন- বাবার রিক্সা, মায়ের সেলাই, দারিদ্র্যকে হারিয়ে জাতীয় মঞ্চে ব্রোঞ্জ জয় বাংলার চন্দনের! সামনে কঠিন চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরির আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই নেতৃত্ব বদল বিজেপির সাংগঠনিক সংস্কারের এক বড় ইঙ্গিত। ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই নবীনকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ (Delimitation) এবং সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর হওয়ার মতো গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তাঁর প্রধান চ্যালেঞ্জ। রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচিতি বিহারের রাজনীতিতে নীতিন নবীন একটি পরিচিত নাম। নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারে তিনি পথ নির্মাণ, নগর উন্নয়ন এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন। মন্ত্রী থাকাকালীন পরিকাঠামো উন্নয়ন, নগর আবাসন এবং সংবাদকর্মী ও আশা-মমতা কর্মীদের জন্য কল্যাণমূলক কাজে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। আরও পড়ুন- সৌদি-পাকিস্তানের দহরম-মহরমের মাঝেই ভারতের বড় চাল! আরব আমিরশাহির সঙ্গে কী চুক্তি করলেন মোদী? ১৯৮০ সালের ২৩ মে রাঁচিতে জন্মগ্রহণকারী নীতিন নবীনের পিতা নবীন কিশোর প্রসাদ সিনহাও ছিলেন বিজেপির একজন বরিষ্ঠ নেতা। ২০০৬ সালে পাটনা পশ্চিম কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে নীতিন নবীন প্রথমবার বিধায়ক হন। এরপর সীমানা পুনর্নির্ধারণের পর বাঙ্কিপুর কেন্দ্র থেকে ২০১০, ২০১৫, ২০২০ এবং ২০২৫ সালের নির্বাচনে জিতে তিনি টানা পাঁচবারের বিধায়ক নির্বাচিত হয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি দীপমালা শ্রীবাস্তবের সঙ্গে বিবাহিত এবং তাঁদের দুই সন্তান রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 12:35 pm

Tamil Nadu |উৎসবের আনন্দ নিমেষেই হাহাকারে! তামিলনাডুতে বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ১৮

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উৎসবের আলো আর আনন্দের মাঝেই নেমে এল ভয়াবহ বিপর্যয়। তামিলনাডুতে (Tamil Nadu) একটি ধর্মীয় উৎসব চলাকালীন হিলিয়াম গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল একজনের (Helium Cylinder Explosion)। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। মুহূর্তের অসতর্কতায় উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হল। সূত্রের খবর, সোমবার রাতে তামিলনাডুর কাল্লাকুরিচি জেলার মানালুরপেট্টাই […] The post Tamil Nadu | উৎসবের আনন্দ নিমেষেই হাহাকারে! তামিলনাডুতে বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ১৮ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 12:29 pm

সাহিত্য অকাদেমির বিরুদ্ধে বিদ্রোহ! বাংলা-সহ ৭ ভাষার জন্য পুরস্কার ঘোষণা স্ট্যালিনের

স্বশাসিত সাহিত্য অকাদেমির কাজে কেন্দ্রের ‘হস্তক্ষেপ’ নিয়ে সাহিত্যিক মহলে ক্ষোভ ছড়িয়েছে। এই আবহে নজিরবিহীন পদক্ষেপ করল তামিলনাড়ু সরকার।

সংবাদপ্রতিদিন 20 Jan 2026 12:28 pm

West Bengal SIR: এসআইআর ঘিরে সাধারণ মানুষ আতঙ্কে কেন? কী বললেন কলকাতা হাইকোর্টের আইনজীবী

এসআইআর আবহে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা। এসআইআর (SIR)-কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী শামীম আহমেদ গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এনেছেন। তাঁর কথায়, এসআইআর ঘিরে এমন একটি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে গোটা রাজ্যের মানুষের উপর। বিশেষ করে প্রান্তিক মানুষদের ক্ষেত্রে এই প্রভাব সবচেয়ে বেশি, যাঁদের সংখ্যা প্রায় ৯০ শতাংশ। তাঁদের জীবন ও জীবিকা আজ চরম অনিশ্চয়তার মুখে। শামীম আহমেদ (Advocate Shamim Ahmed) বলেন, 'সোমবার সুপ্রিম কোর্টে এই বিষয়টি ওঠে এবং আদালত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেয়। মূলত “লজিকাল ডিসক্রিপেন্সি” বা তথ্যগত গরমিলের নাম করে যে নোটিসগুলো রাজ্যজুড়ে পাঠানো হয়েছে, সেগুলোর ব্যাপ্তি ও ধরন অত্যন্ত উদ্বেগজনক। যাদের বাড়িতে ছয়টি সন্তান আছে, তাঁদের বাড়িতে নোটিস যাচ্ছে, ২০০২ সালের নথির সঙ্গে সামান্য গরমিল পাওয়া গেলেই নোটিস যাচ্ছে। এমনকি কারও নামের বানান ভুল থাকলেও সেই কারণেই নোটিস পাঠানো হয়েছে। অর্থাৎ, খুব সামান্য ও প্রশাসনিক ত্রুটির ভিত্তিতে ব্যাপকভাবে মানুষকে নোটিসের আওতায় আনা হচ্ছে।' আইনজীবী বলেন, ''সোমবার আদালতে কতগুলো বিষয় উঠে আসে। বলা হয়, লজিকাল ডিসক্রিপেন্সির কারণগুলো স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এই বিষয়ে নোটিস জারি করতে হবে। বিভিন্ন সরকারি দফতরে নোটিস টাঙিয়ে দিতে হবে, যেখানে লজিকাল ডিসক্রিপেন্সির ধরন ও ব্যাখ্যা পরিষ্কারভাবে লেখা থাকবে। যাঁদের কাছে নোটিস যাবে, তাঁদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। ডকুমেন্ট জমা দিতে কোনো ব্যক্তি নিজে না গিয়েও তাঁর কোনও প্রতিনিধি পাঠাতে পারবেন।'' তিনি আরও বলেন, যে বিষয়টি নিয়ে কেউই প্রায় কথা বলছে না, এমনকি দুর্ভাগ্যবশত সুপ্রিম কোর্টও নয়, সেটি হল এসআইআর-এর আইনি ভিত্তি ও তার প্রকৃত প্রয়োগ। আমাদের আইনে এসআইআর-এর উল্লেখ আছে সেকশন ২১-এর মধ্যে। এই সেকশন অনুযায়ী, প্রতিটি নির্বাচনের আগে নির্বাচন কমিশনের অধিকার আছে প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে ভোটার লিস্টের রিভিশন করার। আমরা জানি, এবং নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকেই দেখেছি, নির্বাচনের আগে এই রিভিশন হয়। কারণ অনেক ভোটারের মৃত্যু হয়, আবার নতুন ভোটার যুক্ত হন। ফলে ভোটার লিস্ট আপডেট করা বাধ্যতামূলক।এই বিষয়ে কারও কোনও দ্বিমত নেই যে নির্বাচন প্রক্রিয়ার আগে ভোটার লিস্ট সংশোধন করা দরকার। সেকশন ২১-এর ক্লজ (সি)-তে “স্পেশাল রিভিশন”-এরও অনুমতি দেওয়া আছে। কিন্তু এই স্পেশাল রিভিশনের ক্ষেত্রে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে।'' আরও পড়ুন: SIR-এর নামে হয়রানির প্রতিবাদে হরিহরপাড়ায় বিধায়কের নেতৃত্বে তৃণমূলের বিরাট বিক্ষোভ, রাজ্য সড়ক অবরোধ আইনজীবী জানান, প্রথমত, শেষ যে ইলেক্টোরাল রোল বা ভোটার লিস্ট বৈধ হিসেবে ছিল, তাকে ভিত্তি ধরেই স্পেশাল রিভিশন করতে হবে। অর্থাৎ, আগের তালিকাকে অবৈধ ধরে নিয়ে নতুন করে সবকিছু শুরু করা যায় না। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনকে অবশ্যই একটি বিশেষ কারণ লিখিতভাবে রেকর্ড করতে হবে। কেন সাধারণ নিয়মের বাইরে গিয়ে স্পেশাল রিভিশন করা হচ্ছে। তৃতীয়ত, এই স্পেশাল রিভিশন গোটা রাজ্যে একসঙ্গে করা যায় না। এটি করতে হবে কোনও নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি বা কোনও কনস্টিটিউয়েন্সির নির্দিষ্ট অংশে, এবং সেই ক্ষেত্রেও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে কেন সেখানে এই রিভিশন জরুরি। শামীম আহমেদ বলেন, বড় প্রশ্ন হল, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের যাঁদের উপর এই স্পেশাল রিভিশন প্রয়োগ করা হচ্ছে, তাঁরা কেউই জানেন না কেন তাঁদের এলাকাতে এই স্পেশাল রিভিশন হচ্ছে। কী সেই বিশেষ কারণ? কোন যুক্তিতে তাঁদের কনস্টিটিউয়েন্সিকে বেছে নেওয়া হয়েছে? সেই কারণ কোথাও প্রকাশ্যে জানানো হচ্ছে না। তিনি আরও বলেন, আইন অনুযায়ী স্পেশাল রিভিশন মানে বিশেষ কারণ থাকা বাধ্যতামূলক। অথচ সাধারণ মানুষ এখনো পর্যন্ত জানতেই পারল না, সেই যুক্তি কী? ফলে এসআইআর আজ শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং সাধারণ মানুষের কাছে তা হয়ে উঠেছে আতঙ্ক, অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতার বিষয়। আরও পড়ুন: বাড়ছে উদ্বেগ!মাত্র এক সপ্তাহেই রাজ্যে নিপা আক্রান্ত ৫, সতর্কতা জারি

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Jan 2026 12:26 pm

Dev Meena |জাতীয় রেকর্ডধারী অ্যাথলিটের চরম হেনস্থা! ট্রেনের কামরা থেকে নামিয়ে দেওয়া হল দেব মিনা ও কুলদীপকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে খেলতে নামেন যারা, তাঁদের কপালে জুটল চরম লাঞ্ছনা। অল ইন্ডিয়া ইন্টার-ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ খেলে ফেরার পথে ভারতীয় রেলের এক টিকিট পরীক্ষকের (TTE) হাতে হেনস্থার শিকার হলেন জাতীয় রেকর্ডধারী পোল ভল্টার দেব কুমার মিনা এবং কুলদীপ যাদব। নিয়ম বহির্ভূতভাবে পোল (Pole) বহন করার অজুহাতে মাঝপথে পানভেল স্টেশনে তাঁদের ট্রেন […] The post Dev Meena | জাতীয় রেকর্ডধারী অ্যাথলিটের চরম হেনস্থা! ট্রেনের কামরা থেকে নামিয়ে দেওয়া হল দেব মিনা ও কুলদীপকে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Jan 2026 12:24 pm

পাক-বাংলাদেশ চুক্তি নিয়ে ভারতীয় সেনাপ্রধানের উদ্বেগ প্রকাশের ভিডিওটি AI নির্মিত

বুম দেখে ভারতীয় সেনাপ্রধান অনিল চৌহানের জানুয়ারি, ২০২৬-এ দেওয়া একটি বক্তৃতার ভিডিওকে সম্পাদনা করে এআই নির্মিত ভয়েস বসিয়ে ভাইরাল দাবিটি করা হয়েছে।

বুমলাইভ 20 Jan 2026 12:19 pm