Red Fort Blast News Update: লাল কেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ, চরম সিদ্ধান্ত নিল ক্রিকেট বোর্ড!
Delhi Blast: সোমবার সন্ধ্যাবেলা দিল্লির লাল কেল্লা (Red Fort Blast) মেট্রো স্টেশনের সামনে একটা ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণটি সন্ধ্যা সাতটা নাগাদ হয়েছে। বিস্ফোরণের সময় ওই এলাকায় যথেষ্ট ভিড় ছিল। যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, তার ঠিক পিছনেই একটি অটো ছিল। সেই অটোটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। যদিও অটোচালক সুরক্ষিত রয়েছেন। এই বিস্ফোরণের পর গোটা দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে আবার চলছে রনজি ট্রফি (Ranji Trophy 2025)। অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) মঙ্গলবার (১১ নভেম্বর) দিল্লি বনাম জম্মু-কাশ্মীরের ম্য়াচ রয়েছে। এই পরিস্থিতিতে স্টেডিয়াম এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। লাল কেল্লা থেকে মাত্র কয়েক কিলোমিটার দুরেই অবস্থিত এই স্টেডিয়াম। Delhi blast: লালকেল্লা বিস্ফোরণ, পুলওয়ামার বাসিন্দা গত মাসে কিনেছিলেন ওই i20, তদন্তে রোমহর্ষক সূত্র আপডেট দিলেন সচিব শর্মা দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) সচিব অশোক শর্মা সোমবার (১০ নভেম্বর) সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছিলেন, দিল্লি বনাম জম্মু-কাশ্মীর ম্যাচে অন্তিম দিনের খেলা অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্য়াচ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। আমি নিজে দিল্লি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলব। স্টেডিয়াম চত্ত্বরের বাইরে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করার জন্য অনুরোধ করব। Delhi Blast: রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ-দমকল, চরম আতঙ্ক এলাকায় গাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল, সেই গাড়ির মালিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। একটি সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে। এই বিস্ফোরণে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকটি গাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। গাড়ির মালিক মহম্মদ সলমানকে দিল্লি পুলিশ হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সলমান ওই গাড়িটি ওখলার এক ব্যক্তিকে বিক্রি করেছিলেন। গাড়িটা তাঁর নামেই রেজিস্ট্রেশন করা ছিল। এমনকী, গাড়ির নম্বরও তাঁর নামেই ছিল। Delhi Blast: শীতের বিকেলে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ, ৬ মাস পর লাদাখে আটক চার পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, গুরুগ্রাম পুলিশের সঙ্গে হাত মিলিয়ে দিল্লি পুলিশ সোমবারই মহম্মদ সলমানকে আটক করেছে। তাঁর গাড়ির ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সলমান ওই গাড়িটি ওখলার দেবেন্দ্র নামে এক ব্যক্তিকে বিক্রি করেছিলেন। এরপর গাড়িটা ফের অম্বালার কোনও এক ব্যক্তিকে বিক্রি করা হয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই আধিকারিক জানিয়েছেন, একটি চলন্ত আই-২০ গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় গাড়ির মধ্যে তিনজন বসেছিলেন।
Hema Malini-Dharmendra: রূপোলি দুনিয়ার তারকাদের সম্পত্তির পরিমান কত তা জানতে সদা আগ্রহী থাকে অনুরাগীরা। এই মুহূর্তে চর্চায় রয়েছেন বলিউডের কিংবদন্তি দম্পতি ধর্মেন্দ্র ও হেমা মালিনী। সোমবার দুপুরে আচমকা রটে যায় অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বড় পর্দার বীরু। এই খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়তেই সানি দেওলের চিমের তরফে জানানো হয় এটি সম্পূর্ণ গুজব। রুটিন চেক আপের জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন হেমা মালিনী। তিনিও সংবাদমাধ্যমকে আশ্বস্ত করেছেন ধর্মেন্দ্র ভাল আছেন। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। এক নজরে দেখে নেওয়া যাক শোলে জুটির মোট সম্পত্তির পরিমান কত। কোন খাতে তাঁরা কত বিনিয়োগ করেছেন। আরও পড়ুন ICU-তে অত্যন্ত সংকটজনক ধর্মেন্দ্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য হেমা-ধর্মেন্দ্র সম্পত্তির পরিমান ২০২৪ সালে মথুরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তাঁর নির্বাচনী হলফনামায় মোট সম্পত্তির পরিমান উল্লেখ ছিল। নথি অনুসারে, ড্রিম গার্লের সম্পদের পরিমান ১২৯ কোটি টাকা। আর ধর্মেন্দ্রর মোট সম্পত্তি ১৬৯ কোটি। তারকা দম্পতির যৌথ সম্পদের পরিমান ২৯৭ কোটি টাকা। ড্রিম গার্লের উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ২.৯৬ কোটি টাকা আর নদগ অর্থের পরিমান ১৩ লক্ষরও বেশি। ধর্মেন্দ্রর টাকার পরিমান ৪৩ লক্ষের অধিক। আরও পড়ুন ভেন্টিলেটর সাপোর্টে ধর্মেন্দ্র, কেমন আছেন কিংবদন্তি অভিনেতা? জেনে নিন হেলথ আপডেট দম্পতির বিনিয়োগ হেমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে ১.১৩ কোটির বেশি অর্থ। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন ৪.২৮ কোটির বেশি টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন দু'কোটির বেশি অর্থ। ২০২৪ সালের হলফনামায় হেমা নিজেকে ১.৩ মিলিয়ানের মালিক হিসেবে ঘোষণা করেছিলেন। সেখানে ধর্মেন্দ্রর নগদ সম্পত্তি ৪.৩ মিলিয়ান। হেমার গয়না সাংসদ-অভিনেত্রী হেমা মালিনীর রয়েছে ৩.৩৯ কোটি টাকার গয়না। স্থাবর সম্পত্তির মোটে মূল্য ১০০ কোটির বেশি। অন্যদিকে ধর্মেন্দ্র ১৩৬ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি রয়েছে। ঋণের ক্ষেত্রে হেমার রয়েছে ১.৪২ কোটি টাকা যা ধর্মেন্দ্রর ক্ষেত্রে অনেকটাই বেশি। সেই অর্থের পরিমান ৬.৪৯ কোটি টাকা। ধর্মেন্দ্র কতটা ধনী? বলিউডের হি-ম্যান নামে পরিচাত ধর্মেন্দ্রর আনুমানিক মোট সম্পত্তির পরিমান ৩৩৫ কোটি থেকে ৪৫০ কোটি। ফিল্মি কেরিয়ারে তিনি ৩০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। আয়ের সিংহভাগ এসেছে চলচ্চিত্র, ব্র্যান্ড ও রিয়েল এস্টেটে বিনিয়োগ মারফৎ। লোনাওয়ালায় ১০০ একরের একটি বিশাল খামার বাড়ি আছে। মুম্বইয়ে বেশ কয়েকটি বিলাসবহুল সম্পত্তি ও গাড়ির মালিক। এছাড়াও কয়েকটি রেস্তোরাঁয় তাঁর কিছু অংশীদারিত্ব রয়েছে। আরও পড়ুন ধর্মেন্দ্রর অবস্থা সংকটজনক, চর্চার মাঝে হাসপাতালে হেমা, অভিনেতার স্বাস্থ্য নিয়ে কী বললেন ড্রিম গার্ল?
Delhi blast live updates: দিল্লিতে ফের দুঃস্বপ্ন! লালকেল্লার সামনে বিস্ফোরণ, জরুরি বৈঠকে অমিত শাহ
India blast live: দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পর দিল্লি জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা (High Alert)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে বিস্তারিত তদন্ত হবে এবং এই মুহূর্তে কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।” ঘটনার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। আরও পড়ুন- Delhi blast: লালকেল্লা বিস্ফোরণ, পুলওয়ামার বাসিন্দা গত মাসে কিনেছিলেন ওই i20, তদন্তে রোমহর্ষক সূত্র কোথায় ঘটেছে বিস্ফোরণ? সূত্র অনুযায়ী, সোমবার সন্ধ্যায় লালকেল্লা (লাল কিলা) মেট্রো স্টেশনের গেটের বাইরে দাঁড়ানো একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। গাড়িটি তখন ট্রাফিক সিগন্যালে থেমে ছিল বলে জানা গিয়েছে। বিস্ফোরণের প্রকৃতি এখনও পর্যন্ত স্পষ্ট নয়, ফরেনসিক বিশেষজ্ঞরা তা খতিয়ে দেখছেন। আরও পড়ুন- Red Fort blast: লালকেল্লা বিস্ফোরণ, ঘটনার আগে বিস্ফোরক বোঝাই গাড়ি কোথায়, কতক্ষণ ছিল? সহায়তার জন্য হেল্পলাইন নম্বর: দিল্লি পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি বা আহতদের খোঁজে নিচের জরুরি নম্বরগুলোতে যোগাযোগ করা যেতে পারে — দিল্লি পুলিশ জরুরি নম্বর: ১১২ (২৪ ঘণ্টা সক্রিয়) দিল্লি পুলিশ কন্ট্রোল রুম: ০১১-২২৯১০০১০ / ০১১-২২৯১০০১১ LNJP হাসপাতাল (যেখানে অধিকাংশ আহত ভর্তি): ০১১-২৩২৩৩৪০০ আরও পড়ুন- Bihar Election 2025 Live Updates: বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ! সকাল থেকেই বুথে ভিড়, বাড়ানো হয়েছে নজরদারি জরুরি পরিষেবা: ০১১-২৩২৩৯২৪৯ (সরাসরি বা ফোনে তথ্য নেওয়া যাবে) দিল্লি ফায়ার সার্ভিস: ১০১ অ্যাম্বুলেন্স পরিষেবা: ১০২ অথবা ১০৮ আরও পড়ুন- Red Fort blast: “কয়েক সেকেন্ডে সব কিছু শেষ…”, দিল্লি বিস্ফোরণে প্রত্যক্ষদর্শীর চোখে লালকেল্লার ভয়াবহতা AIIMS ট্রমা সেন্টার (যদি কেউ স্থানান্তরিত হয়ে থাকেন): ০১১-২৬৫৯৪৪০৫ দিল্লি পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং NIA যৌথভাবে বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখছে। ঘটনাস্থলে ফরেনসিক দল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
Delhi blast: লালকেল্লা বিস্ফোরণ, পুলওয়ামার বাসিন্দা গত মাসে কিনেছিলেন ওই i20, তদন্তে রোমহর্ষক সূত্র
Red Fort blast: লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে তদন্তে বড় অগ্রগতি। তদন্তকারীরা জানতে পেরেছেন, যে হুন্ডাই i20 গাড়িটি বিস্ফোরণের উৎস ছিল, সেটি কাশ্মীরের পুলওয়ামার এক ৩৪ বছর বয়সি বাসিন্দা গত ২৯ অক্টোবর কিনেছিলেন। তাঁর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরেই দিল্লি পুলিশ গুরগাঁওয়ের এক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করে, যার নামে আগে ওই গাড়িটি রেজিস্টার ছিল। তদন্তকারীদের তিনি জানিয়েছেন, বহু আগেই গাড়িটি বিক্রি করে দিয়েছেন। এরপরই পুলিশ রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (আরটিও)-এর সঙ্গে যোগাযোগ করে মালিকানা হস্তান্তরের নথি খতিয়ে দেখে। তদন্তে জানা যায়, গাড়িটি একাধিকবার হাতবদল হয়ে শেষ পর্যন্ত পুলওয়ামার ওই ব্যক্তির কাছে পৌঁছায়। আরও পড়ুন- Red Fort blast: লালকেল্লা বিস্ফোরণ, ঘটনার আগে বিস্ফোরক বোঝাই গাড়ি কোথায়, কতক্ষণ ছিল? এছাড়া, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার বিস্ফোরণের আগে গাড়িটি লালকেল্লা সংলগ্ন পার্কিং এলাকায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে পার্ক করা ছিল। সূত্রের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়িটি দুপুর ৩টা ১৯ মিনিটে পার্কিং লটে প্রবেশ করছে এবং ৬টা ৪৮ মিনিটে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। “গাড়িটি যখন পার্কিং থেকে বেরোয়, তখন আশপাশে যানজট ছিল,” বলেন এক তদন্তকারী। গাড়িটিকে দরিয়াগঞ্জ, লালকেল্লা এলাকা, কাশ্মীরি গেট, এবং সোনেহরি মসজিদ সংলগ্ন জায়গাতেও দেখা গিয়েছে বলে সূত্রের খবর। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, এক ব্যক্তি গাড়ির চালকের আসনে বসে পার্কিং স্লিপ সংগ্রহ করছেন। আরও পড়ুন- Bihar Election 2025 Live Updates: বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ! সকাল থেকেই বুথে ভিড়, বাড়ানো হয়েছে নজরদারি তবে দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটিতে একাধিক ব্যক্তি ছিলেন। যদিও ফুটেজে আপাতত একজনকেই দেখা যাচ্ছে, তবে তদন্তকারীরা খতিয়ে দেখছেন পরে আর কেউ গাড়িতে ওঠেন কি না। বিস্ফোরণের ঘটনার তদন্তে যুক্ত রয়েছে দিল্লি পুলিশের বিশেষ সেল, ক্রাইম ব্রাঞ্চ, এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। এক আধিকারিক বলেন, “আমরা আশপাশের রাস্তা ও টোল প্লাজার ফুটেজ বিশ্লেষণ করছি, যাতে গাড়িটির সম্পূর্ণ গতিপথ কি ছিল তা জানা যায়।” আরও পড়ুন- Delhi Red Fort blast: দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর কলকাতাতেও হাই অ্যালার্ট জারি,অমিত শাহের পদত্যাগের দাবিতে সোচ্চার কল্যান উল্লেখ্য, বিস্ফোরণের মাত্র এক দিন আগে হরিয়ানার ফরিদাবাদে দুটি আবাসিক ভবন থেকে প্রায় ৩,০০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। দিল্লি পুলিশ এখন খতিয়ে দেখছে এই দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না। গাড়ির মালিকানা রহস্য উদ্ধার করতে পারলে তদন্তে নয়া তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে তদন্তকারীরা।
IND vs SA 1st Test News Update: সাবধান টিম ইন্ডিয়া! নিজের ঘরেই হতে পারে চরম বেইজ্জত
India vs South Africa Test Match: অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। ইতিমধ্যে দেশে ফিরে এসেছে টিম ইন্ডিয়া। শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল (Indian Cricket Team) এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে। অধিনায়ক হিসেবে শুভমান গিল (Shubman Gill) দেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজে লেটার মার্কস নিয়ে পাস করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজকে তারা ২-০ ব্যবধানে কার্যত পিষে দিয়েছিল। যদিও, অধিনায়ক শুভমান এবং ভারতীয় ক্রিকেট দলের আসল পরীক্ষা এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হবে। লাল বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা বরাবরই ভারতের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্য়ান্স করেছে। Indian Cricket Team: মহম্মদ সামিকে নিয়ে বড় খবর, আদৌ করতে পারবেন টিম ইন্ডিয়ায় কামব্যাক? দক্ষিণ আফ্রিকার পাল্লা ভারী টেস্ট ক্রিকেটে ভারত এবং দক্ষিণ আফ্রিকার হেড টু হেড রেকর্ড নিয়ে যদি আলোচনা করা যায়, সেক্ষেত্রে প্রোটিয়া ব্রিগেডের পাল্লা যে কিছুটা ভারী, তা বলা যেতেই পারে। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ৪৪ টেস্ট ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ১৮ ম্য়াচে জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা। আর ভারত জিতেছে ১৬ ম্য়াচে। প্রসঙ্গত, ২০১৯-২০ মরশুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টিম ইন্ডিয়া দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। Indian Cricket Team: অস্ট্রেলিয়া সিরিজের পরই অবসর রোহিত-বিরাটের? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট এরপর ২০২১ সালে দক্ষিণ আফ্রিকা তাদের নিজেদের ঘরে টিম ইন্ডিয়াকে কার্যত দুরমুশ করে। ২০২৩-২৪ মরশুমে সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়ে যায়। মোদ্দা কথা হল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার জয় খুব একটা সহজ হবে না। Indian Cricket Team: এক সিদ্ধান্তেই পুড়ল কপাল, টিম ইন্ডিয়ায় ঠাঁই হল না তারকা ব্যাটারের দুর্দান্ত ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা চলতি বছরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছিল প্রোটিয়া ব্রিগেড। পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত ২ ম্য়াচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-১ ব্যবধানে ড্র করেছিল। Indian Cricket Team: চরম দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়! হা-হুতাশ করছেন ভারতীয় সমর্থকরা সিরিজের দ্বিতীয় ম্য়াচে প্রোটিয়া ব্রিগেড পাকিস্তানকে ৮ উইকেটে পরাস্ত করে। ২০০৭ সালের পর এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের মাটিতে কোনও টেস্ট ম্য়াচ জিততে পারল। নিজেদের পারফরম্য়ান্সে সবাইকে প্রভাবিত করেছিল। সেনুরন মুথুস্বামী এবং কেশব মহারাজের ঘূর্ণিতে কুপোকাত হয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স করে, সেটাই আপাতত দেখার।
Red Fort blast: লালকেল্লা বিস্ফোরণ, ঘটনার আগে বিস্ফোরক বোঝাই গাড়ি কোথায়, কতক্ষণ ছিল?
Lal Kella blast: লাল কেল্লা বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, যে হুন্ডাই i20 গাড়িটি বিস্ফোরণের উৎস ছিল, সেটি লালকেল্লা সংলগ্ন পার্কিং এলাকায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে পার্ক করা ছিল। তারপর সেখান থেকে গাড়িটি বেরিয়ে যায়। তদন্তকারী সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সোমবার দুপুর ৩টা ১৯ মিনিটে গাড়িটি পার্কিং এলাকায় প্রবেশ করছে এবং ৬টা ৪৮ মিনিট নাগাদ সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। একটি সূত্রের দাবি, “গাড়িটি যখন পার্কিং থেকে বেরোচ্ছে, তখন আশপাশে প্রচুর যানজট ছিল।” আরও পড়ুন- Bihar Election 2025 Live Updates: বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ! সকাল থেকেই বুথে ভিড়, বাড়ানো হয়েছে নজরদারি ওই সূত্র আরও জানিয়েছে, গাড়িটিকে দরিয়াগঞ্জ, লালকেল্লা এলাকা, কাশ্মীরি গেট এবং সোনেহরি মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়ির আরোহী বা আরোহীদের শনাক্ত করার চেষ্টা চলছে। “ফরেনসিক দল ও বোম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে গাড়ির অবশিষ্টাংশ পরীক্ষা করছে,” বলে জানিয়েছেন এক কর্মকর্তা। আরও পড়ুন- Delhi Red Fort blast: দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর কলকাতাতেও হাই অ্যালার্ট জারি,অমিত শাহের পদত্যাগের দাবিতে সোচ্চার কল্যান দিল্লি পুলিশের বিশেষ সেল, ক্রাইম ব্রাঞ্চ এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-এর একাধিক দলকে এই ঘটনার তদন্তে যুক্ত করা হয়েছে। তাঁরা গাড়িটি পার্কিং এলাকায় আসার আগে কোন কোন পথে চলেছিল, তা খতিয়ে দেখছেন। এক আধিকারিকের কথায়, “আমরা আশপাশের রাস্তা ও টোল বুথের ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছি, যাতে গাড়ির সম্পূর্ণ গতিপথ নির্ধারণ করা যায়।” দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী গাড়িটিতে একাধিক ব্যক্তি ছিলেন। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) ঘটনার পরপরই দিল্লি পুলিশ কমিশনার ও ঘটনাস্থলে উপস্থিত অন্য সিনিয়র আধিকারিকদের কাছ থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন বলে জানিয়েছে গৃহ মন্ত্রক (MHA)। আরও পড়ুন- Red Fort blast: “কয়েক সেকেন্ডে সব কিছু শেষ…”, দিল্লি বিস্ফোরণে প্রত্যক্ষদর্শীর চোখে লালকেল্লার ভয়াবহতা গতকাল সোমবার সন্ধ্যা প্রায় ৬টা ৫৩ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে একটি ধীর গতিতে চলা গাড়ি ট্রাফিক সিগন্যালে থামার সময় হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশে থাকা আরও কয়েকটি যানবাহণ ক্ষতিগ্রস্ত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের তিনটি গাড়িতেও। এখনও পর্যন্ত ওই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রকৃতই এই গাড়ির মালিকানা এখন কার রয়েছে, তার আগে কার ছিল, কিভাবে এই গাড়ি কার পার্কিংয়ে এল, এসব নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।
Partha Chatterjee: টাকার স্তূপ থেকে জেলমুক্তি, ফিরে দেখা পার্থর ৩ বছর সাড়ে ৩ মাস
Partha Chatterjee bail: গত কয়েকমাস ধরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পার্থ। আজ (মঙ্গলবার) জেল থেকে ছাড়া পেয়ে নাকতলার বাড়িতে যাওয়ার কথা তাঁর। নাকতলায় তাঁর বাড়ি ঘিরে সেই ভিড় আর নেই। পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছিলেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। রাজনৈতিক মহলের একাংশ বলছে, জেল থেকে ছাড়া পেলেও পার্থ আর তৃণমূলে ফিরতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।
Delhi Blast: তিন হাত ঘুরে পৌঁছেছে পুলওয়ামার তারিকের কাছে! দিল্লির বিস্ফোরণে নজরে জনৈক সলমনের গাড়ি
Delhi Blast Hyundai i20: সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট। লালকেল্লা সংলগ্ন সিগন্যালে এসে দাঁড়াল একটি ছোট গাড়ি। তারপরই বিস্ফোরণ। প্রথমে মনে করা হয়েছিল কোনও পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে অভিঘাতের মূল কেন্দ্রের হদিশ পায় পুলিশ। ইতিমধ্যেই সেই সন্দেহভাজন গাড়িটির রেজিস্ট্রেশন খতিয়ে দেখেছেন তদন্তকারীরা।
Bihar Polling Live News: আজ মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ। এই পর্বে মোট ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। মোট ৩ কোটি ৭০ লক্ষেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে থেকে ভারত-নেপাল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আজও সকাল থেকে কড়া নজরদারি সীমান্ত এলাকায়। আজ বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ মিটে গেলে আগামী ১৪ নভেম্বর ফলাফল ঘোষণা করা হবে। এই দফায় মোট ১২২টি আসনে ভোটগ্রহণ। প্রথম দফায় গত ৬ নভেম্বর ১২১টি আসনে ভোট হয়েছিল, যেখানে রেকর্ড ৬৫ শতাংশ ভোট পড়ে। আরও পড়ুন- West Bengal News Live Updates: ভর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, জারি হাই অ্যালার্ট, মৃত্যুতে তোলপাড় দ্বিতীয় দফায় ভোটগ্রহণ রাজ্যের ৪৫,৩৯৯টি ভোটকেন্দ্রে। যার মধ্যে ৪০,০৭৩টি বুথ গ্রামীণ অঞ্চলে। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ৪ লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১,৫০০ কোম্পানি (প্রায় ১.৫ লক্ষ কর্মী) এবং রাজ্যের পুলিশ, হোম গার্ড, ও নিযুক্ত করা হয়েছে নিরাপত্তার কাজে। আরও পড়ুন- Delhi Red Fort explosion: লালকেল্লার কাছেই বিরাট বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৮, আহত বহু, তুমুল আতঙ্কে হুলস্থূল, জারি হাই অ্যালার্ট
Horoscope: আজকের রাশিফল ১১/১১/২০২৫
কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope)মেষ/ Aries রাশিফল Rashifal : বহুদিন ধরে পড়ে থাকা অসম্পূর্ণ কাজ পুরো ... Read more The post Horoscope: আজকের রাশিফল ১১/১১/২০২৫ first appeared on GNE Bangla .
Shyambazar Ghomta Kali Temple: কলকাতার রহস্যময় ‘ঘোমটা কালী’ মন্দির, ভক্তদের কাছে ছোট ভবতারিণী
Shyambazar Ghomta Kali Temple: উত্তর কলকাতার প্রাচীন গলিতে লুকিয়ে আছে এক রহস্যময় দেবী — শ্যামবাজার ঘোমটা কালী। তিনি সাধারণ মানুষের কাছে ‘ছোট ভবতারিণী’ নামেও পরিচিত। বলরাম ঘোষ স্ট্রিটে অবস্থিত এই মন্দিরের ইতিহাস যেমন প্রাচীন, তেমনই লোককথায় ভরপুর। এই ঘোমটা কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ১৮৮৮ সালে, অর্থাৎ ১২৯৫ বঙ্গাব্দ। তৎকালীন বলরাম ঘোষের বংশধর তুলসীরাম ঘোষকে স্বপ্নে দেখা দিয়েছিলেন দেবী। স্বপ্নে দেখা রূপ অনুযায়ী এই মন্দিরে ঘোমটা পরিহিতা দেবীর মূর্তি গঠন করা হয়। দেবীর এই বিশেষ রূপই তাঁকে আলাদা করেছে কলকাতার অন্যান্য কালীমূর্তির থেকে। আরও পড়ুন- শুধু শৈবপীঠই নয়, সতীপীঠও বক্রেশ্বর, দুর্গাপুজোয় থাকে এই বিশেষ আয়োজন সাধারণত কালীমূর্তির মুখে থাকে মুক্তকেশী ভয়ংকর ভাব। কিন্তু, এখানে দেবীর মুখে ঘোমটা। মাথা ঢেকে, শান্ত অথচ শক্তিশালী এক রূপে তিনি পূজিতা হন। তাই তাঁর নাম— ঘোমটা কালী। স্থানীয়দের মতে, এই দেবী আসলে দক্ষিণাকালীরই এক মমতাময় রূপ। যাঁকে অনেক সাধক আবার ভবতারিণী হিসেবে মানেন। আরও পড়ুন- শীতকালে কেন বাড়ে চুলকানি? জানুন প্রতিরোধের সহজ ঘরোয়া কায়দা মন্দিরের ঠিকানা মন্দিরটি উত্তর কলকাতার বলরাম ঘোষ স্ট্রিটে। শ্যামবাজারের পাঁচ মাথার মোড় থেকে ভূপেন বোস অ্যাভিনিউ ধরে এগোলে মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের বিপরীতে এই পথেই রয়েছে মন্দিরটি। শ্যামপুকুর থানার ঠিক সামনেই। আরও পড়ুন- সময়মতো না খেলে কি দুর্বল হয়ে যেতে পারে হাড়? জানুন বিস্তারিত প্রতিদিন মন্দিরে নিত্যপূজা চলে। দেবীকে ভোগ হিসেবে দেওয়া হয় নুন ছাড়া লুচি, পাঁচ রকমের ভাজা, বোঁদে ও মিষ্টি। তবে সবচেয়ে বড় পূজা হয় কার্তিক অমাবস্যায়, কালীপুজোর দিনে। সেদিন মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। এছাড়াও বাসন্তী পঞ্চমীর দিনেও বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে। কারণ সেই দিনেই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। আরও পড়ুন- থাইরয়েডে একদম এড়িয়ে চলুন এই ৬ খাবার, না হলে বিরাট বিপদ! স্থানীয়দের বিশ্বাস, ঘোমটা কালী বিপদে পরিত্রাতা। তিনি সংকটমুক্তি ও মানসিক শান্তি দেন। অনেক ভক্ত বলেন, 'ঘোমটা মায়ের ঘরে গিয়ে কাতর প্রার্থনা করলে, মা ঘোমটার আড়াল থেকে আশীর্বাদ দেন।' সাধকরা বলেন, এই ঘোমটা কালী মায়ের রূপ আসলে আত্মনিয়ন্ত্রণ, শান্ত শক্তি ও আধ্যাত্মিক স্থিতির প্রতীক। মুক্তকেশী কালী যেখানে উগ্র শক্তির প্রতিনিধি, সেখানে ঘোমটা কালী রক্ষাকারিণী ও মমতাময়ী রূপে প্রকাশিত। আজও প্রতিদিন সকালের আরতি ও সন্ধ্যা পূজায় দেবালয়ে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। পুরনো কলকাতার আচার, ভক্তির আবহ, প্রদীপের আলো আর ঢাকের শব্দে আজও ঘোমটা কালী মন্দির যেন অতীত আর বর্তমানের সেতুবন্ধন হয়ে আছে। ঘোমটা কালী শুধু এক দেবী নন — তিনি কলকাতার সংস্কৃতি, আস্থা আর ধর্মবিশ্বাসের এক জীবন্ত প্রতীক। তিনি জনমানসে ভবতারিণীর মতোই মুক্তি ও রক্ষার প্রতীক।
SIR in Bengal: SIR ‘আতঙ্কে’ বিষপান, SSKM-এ মৃত্যু ধনেখালির বধূর! আসরে তৃণমূল
Another Death Amid SIR: আশা বিবাহিতা। কিন্তু থাকতেন নিজের বাপের বাড়িতে। বছর আষ্টেক আগে হরিপালে বিয়ে হয় তাঁর। কিন্তু দাম্পত্য কলহের জেরে নিজের বাপের বাড়িতে ফিরে আসেন তিনি। তারপর থেকে গত ৫ থেকে ৬ বছর ধরে এটাই ছিল তাঁর স্থায়ী ভিটে। কিন্তু দিন গুজরান যখন হয়ে যাচ্ছিল, তা হলে আত্মহত্যা করার মতো পরিস্থিতি কেন তৈরি হল?
Ajker Rashifal Bengali, 11 November 2025: সাফল্য, সৌভাগ্য আর প্রেমের নতুন ইঙ্গিত, পড়ুন আজকের রাশিফল
Ajker Rashifal Bengali, 11 November 2025: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫। আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। ৬ষ্ঠী তিথি ভোর ৬:৪৫ পর্যন্ত, এরপর সপ্তমী তিথি শুরু হবে। দিনটি শুভ বার সোম ও মঙ্গলের প্রভাবে পরিপূর্ণ। চন্দ্র ও মঙ্গলের যুগল প্রভাব আজ আবেগ, কর্ম ও সাহসের সঠিক মিশ্রণ তৈরি করবে। আজ জন্ম হলে আপনার রাশি বৃশ্চিক, প্রভাবশালী গ্রহ চন্দ্র ও মঙ্গল। শুভ সংখ্যা ২, ১১, ২০, ২৯। শুভ রত্ন মুক্তা ও রক্তপ্রবাল। শুভ রং লাল ও সাদা। মেষ/ Aries রাশিফল Rashifal আজ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের দিন। প্রভাবশালী আত্মীয়ের সহায়তায় কাজের অগ্রগতি সম্ভব। ব্যবসায় নতুন চুক্তি লাভের সম্ভাবনা। পরিবারে শান্তি বজায় রাখুন। শুভ রঙ: লাল শুভ সময়: সকাল ৮:০৩–১১:৩০ আরও পড়ুন- শুধু শৈবপীঠই নয়, সতীপীঠও বক্রেশ্বর, দুর্গাপুজোয় থাকে এই বিশেষ আয়োজন বৃষ/ Taurus রাশিফল Rashifal আজ অর্থভাগ্য শুভ। সৃজনশীল কাজে নতুন সুযোগ আসবে। ভাইবোনদের বিবাহ সংক্রান্ত ভালো খবর পেতে পারেন। সম্পত্তি বিষয়ক কাজেও অগ্রগতি হবে। শুভ রঙ: সাদা শুভ সময়: বিকেল ৫:২১–৮:৪৮ আরও পড়ুন- শীতকালে কেন বাড়ে চুলকানি? জানুন প্রতিরোধের সহজ ঘরোয়া কায়দা মিথুন/ Gemini রাশিফল Rashifal ব্যবসায়িক লেনদেন ও বকেয়া আদায়ে উন্নতি। পারিবারিক কাজে আত্মীয়ের সহযোগিতা পাবেন। খুচরা ব্যবসায়ীদের দিনটি লাভজনক। শুভ রঙ: সবুজ শুভ সময়: সকাল ৬:২০–৭:২০ আরও পড়ুন- সময়মতো না খেলে কি দুর্বল হয়ে যেতে পারে হাড়? জানুন বিস্তারিত কর্কট/ Cancer রাশিফল Rashifal আজ আপনি শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকবেন। নিজের উদ্যোগে জটিল কাজের সমাধান সম্ভব। অফিসে সম্মান বৃদ্ধি পাবে। শুভ রঙ: সাদা শুভ সময়: রাত ৯:৪৪–১২:২৩ আরও পড়ুন- থাইরয়েডে একদম এড়িয়ে চলুন এই ৬ খাবার, না হলে বিরাট বিপদ! সিংহ/ Leo রাশিফল Rashifal আজ আর্থিক ক্ষেত্রে কিছু বাড়তি ব্যয় হতে পারে। বিদেশযাত্রা বা নতুন ব্যবসা পরিকল্পনায় অগ্রগতি। ভ্রমণজনিত সাফল্যের যোগ। শুভ রঙ: কমলা শুভ সময়: সকাল ৮:০৩–১১:৩০ কন্যা/ Virgo রাশিফল Rashifal বকেয়া বিল আদায় বা কাজের পারিশ্রমিক পাওয়া সম্ভব। পরিবারের বড় কারও সাহায্য পাবেন। সামাজিক সম্মান বাড়বে। শুভ রঙ: নীল শুভ সময়: বিকেল ৫:২১–৮:৪৮ তুলা/ Libra রাশিফল Rashifal চাকরিপ্রত্যাশীদের জন্য শুভ সময়। প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন। পারিবারিক জীবনে শান্তি ও মর্যাদা বাড়বে। শুভ রঙ: সাদা শুভ সময়: দুপুর ২:১০–৩:৪৫ বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বিদেশ সংযোগ বা রফতানি ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। দীর্ঘদিনের ভাগ্যবিরোধ কমে যাবে। আত্মবিশ্বাস বাড়বে। শুভ রঙ: লাল শুভ সময়: সকাল ৬:২০–৭:২০ ধনু/ Sagitarious রাশিফল Rashifal আয় বাড়লেও অপ্রয়োজনীয় ব্যয় হবে। শেয়ার বাজারে সতর্ক থাকুন। গৃহস্থালি খরচ বাড়তে পারে। ব্যয়সংকোচনের পরিকল্পনা করুন। শুভ রঙ: হলুদ শুভ সময়: রাত ৫:৪৪–৬:২১ মকর/ Capricorn রাশিফল Rashifal জীবনসঙ্গীর সহায়তায় নতুন ব্যবসায় সফলতা। অবিবাহিতদের বিয়ের যোগ। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা। শুভ রঙ: সাদা শুভ সময়: বিকেল ৫:২১–৮:৪৮ কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal পারিবারিক জীবনে চমকপ্রদ কিছু ঘটতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। বিদেশযাত্রার সুযোগ আসবে। শুভ রঙ: নীল শুভ সময়: সকাল ৮:০৩–১১:৩০ মীন/ Pisces রাশিফল Rashifal প্রেম ভালোবাসায় সাফল্য। ছাত্রছাত্রীদের মনোযোগ বৃদ্ধি পাবে। যাঁরা পরীক্ষা বা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য দিনটি ফলপ্রসূ। শুভ রঙ: লাল শুভ সময়: রাত ৯:৪৪–১২:২৩ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করায় আবেগপ্রবণতা বেশি থাকবে। সিদ্ধান্ত নেওয়ার আগে শান্ত মনে ভাবুন। শুভ রঙ লাল ও সাদা ব্যবহার করলে দিনটি হবে আরও ফলপ্রসূ।
আপনার টাকা কোথায় বিনিয়োগ হচ্ছে? ভালোভাবে জানুন
স্টক মার্কেটে যে নতুন গতি এসেছে তা বোঝা যাচ্ছে।
পর্যটকদের জন্য সুখবর, সুলভে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের জন্য ৭টি বাস এনবিএসটিসি-র
সকাল ৬টা থেকে ২০ মিনিট ব্যবধানে সাতটি বাস ছেড়ে যায়।
দিল্লি বিস্ফোরণে পুলওয়ামা কানেকশন! অভিশপ্ত গাড়ি কাশ্মীরের তারিককে বিক্রি করে ফরিদাবাদের নাদিম
তারিককে আটক করা হয়েছে।
ফের সিঁদুর আতঙ্ক পাকিস্তানে, বিস্ফোরণে দিল্লি রক্তাক্ত হতেই হাই অ্যালার্ট ইসলামাবাদে!
সোমবার সন্ধ্যে ৬টা ৫৫ মিনিট নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি।
কেমন যাবে আপনার মঙ্গলবার? জেনে নিন রাশিফল
Horoscope Today on November 11 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
১১ নভেম্বর রাশিফল: মঙ্গলে কোনও অমঙ্গল হবে না তো? কী রয়েছে আপনার ভাগ্যে?
জেনে নিন আজকের রাশিফল।
Dharmendra Health update: আশঙ্কাজনক ধর্মেন্দ্র, রাত বাড়তেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন
Dharmendra Hospitalised: এই মুহূর্তে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছেন তাঁর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল। হাসপাতালেই রয়েছেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী। এমনকী, অভিনেতার শারীরিক অবস্থার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে গিয়েছেন শাহরুখ খান ও সলমন খান।
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
Terror network: কেউ ডাক্তার, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আসল উদ্দেশ্য জেনে শিউরে উঠল সবাই
Scholars arrested in connection with terror network: সোমবার সন্ধেয় লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের আগেই হরিয়ানার ফরিদাবাদে দুটি ভাড়াবাড়ি থেকে প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হয়। আর সেই ভাড়াবাড়ি দুটি একজন ডাক্তারের। ওই ডাক্তারের নাম মুজাম্মিল শাকিল। জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। কিন্তু, ফরিদাবাদে আল ফলাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছিলেন। জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদের সঙ্গে তাঁর যোগসূত্র পাওয়া গিয়েছে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ২৪ জন আহত হওয়ার পর ভারতজুড়ে নজিরবিহীন নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এই হামলার জেরে মহারাষ্ট্রের রাজধানী মুম্বই থেকে শুরু করে উত্তর প্রদেশ, বিহার এবং ইন্দো-নেপাল সীমান্ত পর্যন্ত সমস্ত স্পর্শকাতর এলাকায় হাই অ্যালার্ট ঘোষণা করেছে প্রশাসন। দেশের […] The post Delhi Explosion | দিল্লি বিস্ফোরণের পর দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি! হাই অ্যালার্টে মুম্বই থেকে নেপাল সীমান্ত appeared first on Uttarbanga Sambad .
ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমনরা, উদ্বেগের রাত মায়ানগরীতে
ধর্মেন্দ্রর জন্য নিদ্রাহীন মায়ানগরী!
লাল সিগনালের কাছে আসতেই সর্বনাশ! দিল্লিতে ফিদায়েঁ হামলার তত্ত্ব জোরাল ‘শাহী’মন্তব্যে
হাসপাতালেও যান অমিত শাহ।
হাসপাতালে প্রেম চোপড়া, আচমকাই অসুস্থ প্রবীণ অভিনেতা! কী জানাল পরিবার?
ধর্মেন্দ্রর পর এবার হাসপাতালে প্রেম চোপড়া। উদ্বেগ মায়ানগরীতে।
Sweet recipe |মিষ্টি খেতে ইচ্ছে করছে? বাইরে থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নিন দই মাখনার পুডিং
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উৎসব শেষে ওজন বেড়ে গেছে নিশ্চই বাইরে খাবার খেয়ে? বেড়ে যাওয়া ওজন কমাতে হবে খুব তাড়াতাড়ি। কারণ, তার পরে আবার অন্য উৎসব। বড় দিন, নববর্ষ। গোটা দুনিয়া যখন দারুণ পোশাক-আশাকে সাজবে, তখন নিশ্চয়ই আপনিও পিছিয়ে থাকতে চাইবেন না। কিন্তু গত কয়েক দিনের অনিয়মে অনেকেই মিষ্টিতে রাশ টানতে পারছেন না। তবে জেনে […] The post Sweet recipe | মিষ্টি খেতে ইচ্ছে করছে? বাইরে থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নিন দই মাখনার পুডিং appeared first on Uttarbanga Sambad .
‘জঙ্গি হামলা যুদ্ধের শামিল’, বলেছিলেন মোদি, রাজধানী রক্তাক্ত হতে কী বলছেন প্রধানমন্ত্রী?
ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও কথা বলেছেন তিনি।
Amit Shah: ‘সবরকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে’, দিল্লি বিস্ফোরণ নিয়ে বললেন শাহ
Blast in Delhi: এনআইএ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG), ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (FSL) এবং দিল্লি পুলিশকে একসঙ্গে তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, এনআইএ-র একটি টিম ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। বিস্ফোরণের কারণ কী, কীভাবে বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।
Terrorists arrested: আদিলকে 'ডোজ' দিতেই বেরিয়ে এক এক করে তার বাকি সঙ্গীসাথীদের নাম বেরোতে শুরু করে। ৩০ অক্টবর দিল্লির কাছে হরিয়ানার ফরিদাবাদ একযোগে তল্লাশি চালায় জম্মু-কাশ্মীর ও হরিয়ানা পুলিশ। তখনই এক কাশ্মীরি চিকিৎসক ডাক্তার মুজম্মল শাকিল নামে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক গ্রেফতার।
‘পিছনের গাড়িতেই ছিলাম, হঠাৎ দেখলাম আগুনের গোলা’, প্রত্যক্ষদর্শীর বয়ানে দিল্লি বিভীষিকা
বিস্ফোরণের শব্দে কার্যত কানে তালা ধরে গিয়েছিল কিছু সময়।
Delhi Red Fort blast: দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের পর মুম্বই, কলকাতা ও উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি, নিহত অন্তত ৮, আহত কমপক্ষে ২৪, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সোচ্চার কল্যান। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্ক করা একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনার পর দেশজুড়ে বাড়ানো হয়েছে সতর্কতা। বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ২৪ জন। ঘটনার পর মুম্বই, কলকাতা এবং উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি করেছে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন। মুম্বইয়ে সতর্কতা জারি মুম্বই পুলিশ সমস্ত থানাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকা — যেমন রেলস্টেশন, বাজার, ধর্মীয় স্থান এবং পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ানো হয়েছে পুলিশি টহল। ভিড় এলাকায় সন্দেহজনক কার্যকলাপের ওপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ সদর দফতর। উত্তরপ্রদেশে নিরাপত্তা বাড়ানো দিল্লি বিস্ফোরণের পর উত্তরপ্রদেশেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সমস্ত জেলা পুলিশকে কড়া সতর্কতা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। ধর্মীয় স্থান, বাজার এবং অন্যান্য জনবহুল এলাকায় টহলদারি বাড়ানোর পাশাপাশি সংবেদনশীল জেলাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কলকাতাতেও সতর্কতা এদিকে, লাল কেল্লা বিস্ফোরণের পর কলকাতাতেও সতর্কতা জারি করেছে পুলিশ। শহরের সব থানাকে সতর্ক করা হয়েছে এবং রাত থেকেই একাধিক পয়েন্টে নাকা চেক শুরু হয়েছে। শহরের প্রধান রাস্তা, মেট্রো স্টেশন এবং জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। দিল্লি বিস্ফোরণ— কী জানা যাচ্ছে এখন পর্যন্ত সরকারি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা প্রায় ৬টা ৫৩ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে একটি ধীর গতিতে চলা গাড়ি ট্রাফিক সিগন্যালে থামার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে পাশে থাকা আরও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের তিনটি গাড়িতেও। ঘটনার খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ দমকল বাহিনীর ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। পাশাপাশি ১৫টি ক্যাট অ্যাম্বুল্যান্স ও দিল্লি পুলিশের স্পেশাল সেল টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়। আহতদের দ্রুত এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে কোনও সন্ত্রাসবাদী হামলার প্রমাণ মেলেনি, তবে তদন্ত চলছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আহতদের চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর নজর রাখছেন।এদিকে দিল্লি কাণ্ডের জেরে অমিত শাহের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদ কল্যান বন্দোপাধ্যায়। আরও পড়ুন- “কয়েক সেকেন্ডে সব কিছু শেষ…”, দিল্লি বিস্ফোরণে প্রত্যক্ষদর্শীর চোখে লালকেল্লার ভয়াবহতা রাস্তায় ছড়িয়ে দেহ, কান্নায় ভাসছে চাঁদনি চক, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন চত্বর যেন মৃত্যুপুরী!
Dry Mascara |মাষ্কাড়া শুকিয়ে গেলে তেল-জল ঢেলে প্রাণ ফেরান? চোখের ক্ষতি না করে জেনে নিন কৌশল
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেষ্কঃ আপনি যতবার মাস্কারা থেকে ব্রাশ বার করবেন অল্প অল্প করে মেয়াদ কমতে থাকবে তার। জলে ফিল্ম-ফর্মার এবং মোম মিশিয়ে মাস্কারা তৈরি হয়। প্রতি বার ব্রাশ পাম্প করার সময় বা ব্রাশে মোচড় দিলেই খানিক বাতাস ঢুকে গিয়ে জলের কিছু অংশ বাষ্পীভূত হয়ে যায়। তা সে যত ভাল মানের মাস্কারাই(Dry Mascara) ব্যবহার করুন […] The post Dry Mascara | মাষ্কাড়া শুকিয়ে গেলে তেল-জল ঢেলে প্রাণ ফেরান? চোখের ক্ষতি না করে জেনে নিন কৌশল appeared first on Uttarbanga Sambad .
India vs South Africa: ইডেনে পিচ দেখলেন গম্ভীর, কেমন হবে বাইশ গজ?
শহরে এসে গিয়েছে ভারত আর দক্ষিণ আফ্রিকার দুই দলের ক্রিকেটাররা। মঙ্গলবার থেকে ক্রিকেটের নন্দনকাননে শুরু অনুশীলন। ৬০ টাকার টিকিটের চাহিদা তুঙ্গে। সিএবি সূত্রের খবর, ইতিমধ্যেই ৩৪ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সর্বনিম্ন দামের টিকিট এই মুহূর্তে নেই। মহমেডান স্পোর্টিং গ্রাউন্ডে দেখা গেল টিকিট ঘিরে বিপুল চাহিদা।
Amit Shah |দিল্লি বিস্ফোরণ কাণ্ড: হাসপাতাল পরিদর্শনে অমিত শা, যাচ্ছেন ঘটনাস্থলেও
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের রাজধানী দিল্লিতে সোমবার সন্ধ্যায় ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের (Red Fort Metro Station) কাছে এক ভয়াবহ উচ্চ-তীব্রতার বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ। এই বিপর্যয়ের পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ও […] The post Amit Shah | দিল্লি বিস্ফোরণ কাণ্ড: হাসপাতাল পরিদর্শনে অমিত শা, যাচ্ছেন ঘটনাস্থলেও appeared first on Uttarbanga Sambad .
Delhi Blast |বিস্ফোরণের পরই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা! নয়াদিল্লির ঘটনায় গভীর শোক প্রকাশ মোদির
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লির বিস্ফোরণে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ লাল কেল্লার কাছে এক ট্রাফিক সিগনালে চলন্ত গাড়িতে বিস্ফোরণে (Delhi Blast) ১৩ জনের মৃত্যু হয়। এই ঘটনাকে জঙ্গি নাশকতা বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিক কালের মধ্যে এমন ঘটনার নজির নেই। এর অব্যবহিত পরেই স্বরাষ্ট্রমন্ত্রী […] The post Delhi Blast | বিস্ফোরণের পরই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা! নয়াদিল্লির ঘটনায় গভীর শোক প্রকাশ মোদির appeared first on Uttarbanga Sambad .
Partha Chatterjee: ৩ বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি, অবশেষে জেল-মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর
Partha Chatterjee News: সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও নির্দেশ ছিল গ্রুপ সি মামলায় নির্দিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন। এদিনই সেই প্রক্রিয়া শেষ হয়। তারপরই বিশেষ সিবিআই আদালতের বিচারক রিলিজ ওর্ডার ইস্যু করেন।
Old Delhi blast: রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায় এবং এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের এলএনজেপি (লোকনায়ক জয়প্রকাশ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী ঘটেছিল লালকেল্লার বাইরে? সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ পুরনো দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১–এর বাইরে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের আরও কয়েকটি গাড়ি ও রিকশা আগুনে পুড়ে যায়। পুলিশের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, অন্তত ৮ জন মারা গেছেন এবং ১২ জন আহত। আরও পড়ুন- Red Fort blast: রাস্তায় ছড়িয়ে দেহ, কান্নায় ভাসছে চাঁদনি চক, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন চত্বর যেন মৃত্যুপুরী! ঠিক কোথায় ঘটেছে বিস্ফোরণটি? বিস্ফোরণের স্থানটি লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১–এর বাইরে, দিল্লি গেট থেকে কাশ্মীর গেট পর্যন্ত সড়কের ওপর অবস্থিত। এই জায়গাটি চাঁদনি চক মার্কেটের বিপরীতে এবং জামে মসজিদ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে। এটি পুরনো দিল্লির অন্যতম ব্যস্ততম এলাকা। আরও পড়ুন- Delhi Red Fort blast live: আহতদের দেখতে হাসপাতালে অমিত শাহ, ঘটনাস্থলও পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী কখন ঘটেছে ঘটনা? সোমবার সন্ধ্যায়, ব্যস্ত সময়ে, এক ধীরগতির সিএনজি গাড়ি লাল সিগন্যালে দাঁড়িয়েছিল। সেই সময়েই বিস্ফোরণ ঘটে। দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা জানান, বিস্ফোরণের সময় গাড়িটিতে ২-৩ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলের বর্তমান অবস্থা: দিল্লি পুলিশ, স্পেশাল সেল ও দমকলের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়। আশপাশের এলাকায় জারি হয়েছে উচ্চ সতর্কতা। আরও পড়ুন- Delhi Red Fort Blast: দিল্লি বিস্ফোরণের নেপথ্যে সন্ত্রাসযোগ? সরাসরি এবার আসরে নামলেন মোদী, শোকপ্রকাশ মমতার মেট্রো পরিষেবা কি বন্ধ? দিল্লি পুলিশ লালকেল্লা মেট্রোর গেট নম্বর ১ ও ৪–এর প্রবেশ ও প্রস্থান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) জানিয়েছে, পুরো নেটওয়ার্কে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। বিস্ফোরণে হতাহতের সংখ্যা: সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এই বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ১২ জন আহত। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দমকল বিভাগের প্রতিবেদন: দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফোন পেয়ে ৭টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। ৭টা ২৯ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উত্তর প্রদেশে নিরাপত্তা জোরদার: বিস্ফোরণের পর উত্তর প্রদেশ জুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। রাজ্যের এডিজি (ল’ অ্যান্ড অর্ডার) অমিতাভ ইয়শ জানান, সংবেদনশীল ধর্মীয় স্থান, সীমান্ত এলাকা ও ব্যস্ত জেলাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব জেলায় পুলিশ টহল ও তল্লাশি অভিযান চালাচ্ছে। আরও পড়ুন- West Bengal News Live Updates: ভর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, জারি হাই অ্যালার্ট, মৃত্যুতে তোলপাড় ভারতে অতীতের বিস্ফোরণগুলো: ভারতে পূর্বেও এমন বিস্ফোরণ ঘটেছে — গত বছর বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ থেকে শুরু করে ২০০৮ সালের দিল্লির ধারাবাহিক বোমা হামলা পর্যন্ত। নয়ডা পুলিশের টহল ব্যবস্থা: বিস্ফোরণের পর নয়ডা পুলিশের পক্ষ থেকে সেক্টর-৬২ এবং সংলগ্ন এলাকায় পায়ে হেঁটে টহল শুরু করা হয়েছে। সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদনি চক বাজার বন্ধ: চাঁদনি চক ব্যবসায়ী সমিতির সভাপতি সঞ্জয় ভার্গব জানিয়েছেন, মঙ্গলবার বাজার বন্ধ থাকবে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Local Train Cancellations: শিয়ালদহ-বিধাননগরের মাঝে চলবে কাজ, ফের ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়
Train Cancellations: ৩১৫৪২ শান্তিপুর – শিয়ালদহ লোকালের যাত্রাপথ সংক্ষেপিত করা হচ্ছে। ব্যারাকপুরেই শেষ হবে যাত্রা। পাশাপাশি ১২ তারিখ ৩১৫১১ শিয়ালদহ – শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে ছাড়বে। ৫৩১৭১ শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার ১২ নভেম্বর শিয়ালদহ থেকে ছাড়বে ভোর ৪টা ১৫ মিনিটে।
বছরের মহিলা বিভাগে প্রথম, সর্বকনিষ্ঠ হিসেবে জিব্রাল্টার জয়ের পর কৃতিত্ব কালনার সাঁতারু সায়নীর
এবার শেষ 'সিন্ধু' জাপানের সুগারু চ্যানেল জয়ের লক্ষ্যে নামছেন সায়নী।
Red Fort: আজ অর্থাৎ সোমবার সন্ধে নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং লটে দুটি গাড়ি দাঁড়িয়েছিল। আচমকা সেগুলিতেই বিস্ফোরণ ঘটে। স্টেশনের ১ নম্বর গেটে আগুন ধরে গিয়েছে। এ দিকে আজ সকালেই হরিয়ানায়-সহ দেশের একাধিক জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। দেশ জুড়ে যে একটা নাশকতার ছক কষা হচ্ছিল, তা গত কয়েকদিনেই অনুমান করেছিলেন গোয়েন্দারা। আর এবার ভর সন্ধ্যায় খাস দিল্লিতেই বিস্ফোরণ।
আজও ভোটার নন স্বাধীনতা সংগ্রামী! SIR আবহে প্রশ্নের মুখে কল্পনা বসুর ‘নাগরিকত্ব’
ঋষি অরবিন্দ ঘোষের স্ত্রী মৃণালিনী দেবীর ভাইঝি, কল্পনা বসু।
Delhi high alert: রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১–এর বাইরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে ছয়টি গাড়ি, চারটি মোটরসাইকেল এবং তিনটি ই-রিকশা আগুনে পুড়ে যায় বলে সূত্রে জানা গেছে। দুর্ঘটনার সময় ও উদ্ধার অভিযান: দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। খবর পেয়ে সাতটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে। মৃত ও আহতদের অবস্থা: লোকনায়ক হাসপাতালের এমডি ডাঃ বি. এল. চৌধুরী জানান, “এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে এবং ছয়জন আহত।” আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন- West Bengal News Live Updates: ভর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, জারি হাই অ্যালার্ট, মৃত্যুতে তোলপাড় বিস্ফোরণের প্রকৃতি নিয়ে তদন্ত চলছে: দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার (সেন্ট্রাল রেঞ্জ) মধুর ভার্মা বলেন, “গাড়িটি সিএনজি চালিত ছিল। এখনই বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে কিছু বলা খুব তাড়াতাড়ি হবে।”ঘটনাস্থলে দিল্লি পুলিশের স্পেশাল সেল, স্থানীয় পুলিশ, এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) ও এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) যৌথভাবে তদন্ত শুরু করেছে। রাজধানী জুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। আরও পড়ুন- Delhi Red Fort Blast: দিল্লি বিস্ফোরণের নেপথ্যে সন্ত্রাসযোগ? সরাসরি এবার আসরে নামলেন মোদী, শোকপ্রকাশ মমতার চোখে দেখা দৃশ্য ও স্থানীয়দের প্রতিক্রিয়া: বিস্ফোরণের পরের ভিডিওগুলোতে দেখা গেছে, রাস্তাজুড়ে আগুন, ছড়িয়ে থাকা দেহ, এবং মানুষজন মরিয়া হয়ে আহতদের উদ্ধার করার চেষ্টা করছেন। সিস গঞ্জ গুরুদ্বারার আশেপাশের বাসিন্দারা জানান, বিস্ফোরণের অভিঘাতে তাঁদের জানালা ভেঙে যায় এবং তাঁরা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। চাঁদনি চক ব্যবসায়ী সমিতির বক্তব্য: চাঁদনি চক সর্বব্যাপার মণ্ডলের সভাপতি সঞ্জয় ভার্গব বলেন, “এটি ছিল ভয়ংকর বিস্ফোরণ। প্রায় ৭০০ থেকে ৯০০ মিটার দূরেও কম্পন অনুভূত হয়েছে। ভবনগুলো কাঁপছিল, যেন ভূমিকম্প হয়েছে… রাস্তায় দেহ পড়ে ছিল।” আরও পড়ুন- Abhijit Ganguly: “উনি আবেগপ্রবণ মানুষ, সব ঠিক আছে”, অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে মুখ খুললেন শমীক ভট্টাচার্য ঘটনাস্থলের অবস্থান ও পরিস্থিতি: লালকেল্লা মেট্রো স্টেশনটি দিল্লি গেট থেকে কাশ্মের গেট পর্যন্ত মূল সড়কে অবস্থিত। এটি চাঁদনি চকের বিপরীতে, জামা মসজিদ থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে, এবং পুরোনো দিল্লি রেলস্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে। বিস্ফোরণের পর বাজারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঞ্জয় ভার্গব বলেন, “সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাগুলো ভরে গেছে, ক্রেতাদের মধ্যে আতঙ্ক। সবাই দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন… পার্কিং এলাকায় লম্বা লাইন পড়ে গেছে।” আরও পড়ুন- Delhi Red Fort explosion: লালকেল্লার কাছেই বিরাট বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৮, আহত বহু, তুমুল আতঙ্কে হুলস্থূল, জারি হাই অ্যালার্ট মেট্রো চলাচলে সীমিত বিধিনিষেধ: দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) এক বিবৃতিতে জানিয়েছে, “দিল্লি পুলিশ লালকিলা মেট্রো স্টেশনের গেট নম্বর ১ ও ৪–এ প্রবেশ/প্রস্থান সাময়িকভাবে বন্ধ করেছে। তবে গোটা নেটওয়ার্কে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।”
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বাজেয়াপ্ত ৩৫৭টি ভুয়ো কার্ড, শিকড়ের খোঁজে পুলিশ
চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের আবেদন, অবৈধ কার্ডের সঙ্গে যুক্ত হবেন না।
New Delhi Blast |নয়াদিল্লির বিস্ফোরণে মর্মাহত মমতা! শোক জানিয়ে পোস্ট সমাজমাধ্যমে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবারের সন্ধ্যা ভয়াবহ বিস্ফোরণে (New Delhi Blast) কেঁপে উঠেছে দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকা। প্রাণ গিয়েছে অন্তত ১০ জনের। জখম ২৪। এই ঘটনায় শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নয়াদিল্লির বিস্ফোরণের খবর শুনে আমি স্তম্ভিত। যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের জন্য সমবেদনা। আর যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তাঁদের […] The post New Delhi Blast | নয়াদিল্লির বিস্ফোরণে মর্মাহত মমতা! শোক জানিয়ে পোস্ট সমাজমাধ্যমে appeared first on Uttarbanga Sambad .
মতুয়া ঠাকুরবাড়িতে অনশন মঞ্চে অসুস্থ আরও ৩, ফের কটাক্ষ শান্তনুর!
অনশনে যোগ দেবেন মমতাবালা ঠাকুর।
Fai Network: জম্মু ও কাশ্মীরে এবার বিচ্ছিন্নতাবাদী ‘ফাই নেটওয়ার্ক’ গুঁড়িয়ে দিল পুলিশ
Terror linked network: পুলিশ জানিয়েছে, জঙ্গি কার্যকলাপে সমর্থনকারী নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতেই এই অভিযান চালানো হয়। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই লক্ষ্য। জম্মু ও কাশ্মীরে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কড়া হাতে দমন করা হবে বলে পুলিশের মুখপাত্র জানান।
Winter in Bengal: ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ, বাংলায় হাড় কাঁপানো ঠান্ডা কবে?
Bengal Weather: শীতল পশ্চিমী হাওয়ার দাপট ক্রমেই বাড়ছে। হাওয়া অফিস মনে করছে আগামী ৫দিন কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। বিগত কয়েকদিনের মতো আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রাও ১৫ ডিগ্রির নিচেই ঘোরাফেরা করবে।
TMC-Supreme Court: সুপ্রিম কোর্টে মামলা দোলা-মালার, শুনানি মঙ্গলবারই
TMC-Supreme Court: এসআইআর নিয়ে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বারবার তাঁরা বলেছেন, বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না। আর এবার একেবারে শীর্ষ আদালতে মামলা।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের অন্যতম হাই-প্রোফাইল স্থান দিল্লির লালকেল্লার কাছে আজ সন্ধ্যায় ঘটে যাওয়া উচ্চ-তীব্রতার বিস্ফোরণে মৃতের সঙ্খ্যা বেড়ে দাঁড়াল ১৩। ঘটনায় অন্তত ২৪ জন গুরুতর আহত হয়েছেন। সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ এই ভয়াবহ ঘটনাটি ঘটে, যা দেশের রাজধানী এবং তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। দিল্লি পুলিশ সূত্রে জানা […] The post Delhi Explosion | ট্রাফিক সিগন্যালে ধীর গতির গাড়িতে ঘটে ‘শক্তিশালী’ বিস্ফোরণ! দিল্লির ঘটনায় মৃত বেড়ে ১৩ appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের অন্যতম হাই-প্রোফাইল স্থান দিল্লির লালকেল্লার কাছে আজ সন্ধ্যায় এক উচ্চ-তীব্রতার বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ২৪ জন গুরুতর আহত হয়েছেন। সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ এই ভয়াবহ ঘটনাটি ঘটে, যা দেশের রাজধানী এবং তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি লালকেল্লা […] The post Delhi Explosion | ট্রাফিক সিগন্যালে ধীর গতির গাড়িতে ঘটে ‘শক্তিশালী’ বিস্ফোরণ! হাই অ্যালার্টে একাধিক রাজ্য appeared first on Uttarbanga Sambad .
Blast in Delhi: চলন্ত গাড়িতেই বিস্ফোরণ, নাশকতার গন্ধ পেতেই এক সন্দেহভাজনকে ধরল দিল্লি পুলিশ
Explosion in Delhi: তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। সিরপিএফের ডিআইজিও ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে এক সন্দেহভাজনকে দিল্লি পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলেও জানা যাচ্ছে। বিস্ফোরণস্থল সংলগ্ন একাধিক এলাকায় তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
Prem Chopra: আবারও এক উদ্বেগের খবর, হাসপাতালে ভর্তি অভিনেতা প্রেম চোপড়া! বয়স হয়েছে অনেকটাই। এবার খবর, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। বর্তমানে তাঁর বয়স ৯০ বছর। কিন্তু হঠাৎ কী হল? সত্যিই কি শরীর খারাপ তাঁর? কী জানা যাচ্ছে? রইল লিংক- Prem Chopra: আবারও এক উদ্বেগের খবর, হাসপাতালে ভর্তি অভিনেতা প্রেম চোপড়া! Dharmendra-Hema Malini: ধর্মেন্দ্রর অবস্থা সংকটজনক, চর্চার মাঝে হাসপাতালে হেমা, অভিনেতার স্বাস্থ্য নিয়ে কী বললেন ড্রিম গার্ল? অভিনেত্রী ও সংসদ হেমা মালিনীকে সোমবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখা গিয়েছে। যেখানে তাঁর স্বামী ও বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থাকে ঘিরে নানা জল্পনা ছড়ানোর মাঝে হেমার এই সফর সকলের দৃষ্টি আকর্ষণ করেছে যা ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। রইল লিংক- Dharmendra-Hema Malini: ধর্মেন্দ্রর অবস্থা সংকটজনক, চর্চার মাঝে হাসপাতালে হেমা, অভিনেতার স্বাস্থ্য নিয়ে কী বললেন ড্রিম গার্ল? Parambrata Chatterjee vs Federation: সমস্যা মিটবে পরমব্রতর? অভিনেতা সুর নরম করতেই কী জানালেন ফেডারেশন কর্তা? Parambrata Chatterjee vs Federation: টলিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালক দ্বন্দ্ব নিয়ে বহু জলঘোলা হয়েছে। বাংলা সিনেমার তারকারা বিশেষ করে পরিচালকরা, নানা সমস্যার শিকার হয়েছেন। তারা ফেডারেশনের অত্যাচারে নাকি কাজ করতে পারছেন না। টেকনিশিয়ানরা সহযোগিতা করছেন না, এমন অভিযোগ ছিল। পরিচালকদের তালিকায় ছিলেন পরমব্রত-অনির্বাণ থেকে আরও অনেকে। অনেক পরিচালক-ই নিজেদের তরফে নানা কথা বলেছিলেন। রইল লিংক- Amitabh Bachchan-Shakib Khan: শাকিবের 'প্রিন্স'-কে অমিতাভের শুভেচ্ছা, বাংলাদেশী ছবিতে দেখা মিলবে বিগ বি-র? Amitabh Bachchan-Shakib Khan: শাকিবের 'প্রিন্স'-কে অমিতাভের শুভেচ্ছা, বাংলাদেশী ছবিতে দেখা মিলবে বিগ বি-র? Prince Once Upon a Time in Dhaka: অমিতাভ বচ্চন, নামটাই যথেষ্ট। তাঁর আশীর্বাদ পেলে নিজেকে ধন্য মনে করেন ভক্তরা। চলচ্চিত্র জগৎয়ের মানুষজনও তাঁকে সম্মান করেন। বয়স যেন তাঁর কাছে সংখ্যা মাত্র। ৮০ পেরিয়েও বড় পর্দা কাঁপাচ্ছেন বিগ বি। সেই সঙ্গে কৌন বনেগা ক্রোড়পতি-র মতো পপুলার শোয়ের সঞ্চালকও। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেতা। নিজের ভ্লগে সর্বদা আপডেট দেন অমিতাভ বচ্চন। কোনও নতুন ছবি মুক্তি পেলেও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানায় অভিনেতা। শুধু বলিইডের ছবিই নয়, বাংলা ছবির প্রতিও ভালবাসা প্রদর্শন করেন অমিতাভ। পুজোর বাংলা ছবি দেবী চৌধুরানী, তার আগে অনিরুদ্ধ রায় চৌধুরীর ডিয়ার মা-কে শুভেচ্ছা জানিয়েছিলেন বিগ বি। এবার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের আপকামিং ছবির জন্যও অগ্রিম শুভকামনা জানিয়েছেন। রইল লিংক- Amitabh Bachchan-Shakib Khan: শাকিবের 'প্রিন্স'-কে অমিতাভের শুভেচ্ছা, বাংলাদেশী ছবিতে দেখা মিলবে বিগ বি-র? Model Death: হাসপাতালে প্রেমিকাকে ছেড়ে পলাতক প্রেমিক! ২৭ বছর বয়সি মডেলের রহস্য মৃত্যুতে তোলপাড় Model Khushboo Ahirwar Death: মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ২৭ বছর বয়সি মডেলের রহস্য মৃত্যু। সন্দেহজনক অবস্থায় উদ্ধার খুশবু আহিরওয়ারের মৃতদেহ। মিডিয়া রিপোর্ট মোতাবেক, খুশবুর প্রেমিক ভোরবেলায় ভৈনসাখেড়ি এলাকার ইন্দোর রোডের একটি হাসপাতালে তাঁকে রেখে পালিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করার পর পুলিশকে খবর দেওয়া হয়। জানা যাচ্ছে, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। গান্ধী মেডিকেল কলেজে পরিবারের সদস্য ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হচ্ছে মৃতদেহের ময়নাতদন্ত। রইল লিংক- Model Death: হাসপাতালে প্রেমিকাকে ছেড়ে পলাতক প্রেমিক! ২৭ বছর বয়সি মডেলের রহস্য মৃত্যুতে তোলপাড়
PM Modi with Amit Shah: দিল্লিতে বিস্ফোরণ, শাহের কাছে ফোন গেল মোদীর, শোকপ্রকাশ মমতারও
Blast near Red Fort:এখানে উল্লেখ্য, আজ অর্থাৎ সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদে অভিযান চালিয়ে জম্মু-কাশ্মীর পুলিশ বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করে। উত্তর প্রদেশের সাহারানপুর থেকে ডঃ আদিল আহমেদ রাঠের নামক এক কাশ্মীরী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল। তাঁর সূত্র ধরেই এদিন দিল্লির অদূরে অভিযান চালানো হয়। এর মধ্যেই সন্ধে নাগাদ এল এমন বিস্ফোরক খবর।
Delhi Red Fort Blast: সোমবার সন্ধ্যায় রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের, আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। ঘটনাটি ঘটেছে লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের দোকানগুলির দরজা-জানালা ভেঙে যায়, এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। দিল্লি পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ ওই গাড়ির ভেতরেই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা আরও তিনটি গাড়িতে। দমকল বিভাগের অন্তত ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত উদ্ধার করে এলএনজেপি (LNJP) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত ৩০ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন। দিল্লি পুলিশের বিশেষ সেল ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করেছে। পুলিশ কমিশনার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এনআইএ (NIA) ও এনএসজি (NSG)-এর টিম ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, গাড়িটির ভেতরে বিস্ফোরক পদার্থ রাখা ছিল। বিস্ফোরণের কারণ এবং এর পেছনের ষড়যন্ত্রের দিকেও নজর দিচ্ছে তদন্তকারীরা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ হঠাৎই প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। “আমরা রাস্তার ধারে একটি গাড়িতে বসে ছিলাম, হঠাৎ প্রবল আওয়াজে চারপাশ কেঁপে ওঠে। আমাদের পিছনের গাড়িটি মুহূর্তে আগুনে জ্বলে যায়,” জানান এক প্রত্যক্ষদর্শী। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। ঘটনার পর গোটা দিল্লিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। রেলস্টেশন, বাস টার্মিনাল এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভারত-নেপাল সীমান্তেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। অমিত শাহ নিজেও দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ঘটনাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এই মর্মান্তিক ঘটনার জেরে রাজধানীতে ফের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। দিল্লি পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিও ঘটনার পেছনের সম্ভাব্য সন্ত্রাসযোগ খতিয়ে দেখছে। এদিকে দিল্লির বিস্ফোরণে মৃতদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, দিল্লিতে মর্মান্তিক বিস্ফোরণের খবর শুনে গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। আরও পড়ুন- আদানি-আম্বানি নয়, এই ব্যাক্তি দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের মালিক, দাম জানলে চমকে যাবেন youtube ভিডিওতে 1Kভিউ! আয়ের পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড, ডেড লাইন বেঁধে বড় নির্দেশ সরকারের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনে ধামাকা অফার, পান ৪১,০০০-এর বিরাট ছাড় সপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনার দর, জানেন আজ কলকাতায় কতটা কমল হলুদ ধাতুর দর? ৫ বছরে ৩০,০০০ টাকা বিদ্যুৎ সাশ্রয়! হ্যাভেলসের এই অত্যাধুনিক প্রযুক্তির গিজারে ২৫% দ্রুত গরম হবে জল
Blast: কাশ্মীরী চিকিৎসকের সূত্র ধরেই ৩৫০ কেজি বিস্ফোরক উদ্ধার
Delhi Blast: দিল্লির বিস্ফোরণের আগেই উদ্ধার হয় বিপুল বিস্ফোরক। সোমবার সকালে ড. আদিল আহমেদ রাঠের নামে এক কাশ্মীরী চিকিৎসককে গ্রেফতার করা হয়। তাঁর সূত্র ধরেই দিল্লির অদূরে অভিযান চালানো হয়। তারপরই উদ্ধার হয় বিস্ফোরক।
Top Five Breaking News In Bengal:চাকরি দুর্নীতি মামলায় জেলমুক্তি। জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের বহু আলোচিত স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের একদা প্রভাবশালী নেতা পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় কলকাতার বিশেষ সিবিআই আদালত তাঁর জামিন মঞ্জুর করে। প্রায় তিন বছর ধরে ‘চাকরি দুর্নীতি মামলায়' জেলবন্দি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বর্তমানে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পার্থবাবু। প্রয়োজনীয় নথিপত্র জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছলেই তাঁকে মুক্তি দেওয়া হবে। ২০২২ সালের ২৩ জুলাই ইডি পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালায়। একইসঙ্গে তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়। প্রথম ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১.৯ কোটি টাকা নগদ এবং অন্য একটি ফ্ল্যাট থেকে ২৭.৯ কোটি টাকা নগদ ও প্রায় ৪.৩ কোটি টাকার সোনার গয়না। পরে অর্পিতাকেও গ্রেপ্তার করা হয়, যদিও পরে তিনি জামিন পান। ২০২৪ সালের অক্টোবরে পার্থ চট্টোপাধ্যায়কে আবার সিবিআই হেফাজতে নেয়। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে রাজ্যের সরকারী ও সরকার-পোষিত স্কুলে শিক্ষক এবং গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগেই মূলত এই গ্রেফতারি। সুপ্রিম কোর্ট এই মামলায় চলতি বছরের আগস্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছিল, তবে নির্দেশ দিয়েছিল যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি শেষ না হওয়া পর্যন্ত তাঁকে মুক্তি দেওয়া যাবে না। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সোমবার সিবিআই আদালত তাঁর জামিনের নির্দেশ দেয়। সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে প্রবল বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের দোকানগুলির ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাজুড়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের জেরে আশপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাস ও ব্যক্তিগত গাড়িতে আগুন ধরে যায় বলে জানিয়েছে দমকল বিভাগ।সূত্রের খবর, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে প্রথম বিস্ফোরণ ঘটে। তার কিছুক্ষণ পরই আশেপাশে থাকা আরও তিনটি গাড়িতেও আগুন ধরে যায়। দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে। রাজ্যের অর্থনৈতিক অব্যবস্থাপনা ও কেন্দ্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে ফের তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ করা অর্থ অন্য খাতে সরিয়ে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। 'দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বহিষ্কার করব', বঙ্গে SIR-এর মাঝে ভয়ঙ্কর হুঁশিয়ারি অমিত শাহের। আমাদের অনুপ্রবেশকারীদের ভোটের প্রয়োজন নেই, আমরা লক্ষপতি দিদির ভোটে জিতব,দ্বিতীয় দফার ভোটের আগে রবিবার বিহারের সাসারামে এক নির্বাচনী জনসভা থেকে মহাজোটকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit shah)। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাজোট ও বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ করে কংগ্রেসের রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের ভোটার অধিকার যাত্রার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন যে তারা “অনুপ্রবেশকারীদের” ভোটব্যাঙ্কে পরিণত করার চেষ্টা করছেন। সভা থেকে তিনি বলেন, “আমরা অনুপ্রবেশকারীদের ভোট চাই না। আমরা সাসারামের যুবক ও লাখপতি দিদির ভোট নিয়ে জয়লাভ করতে এসেছি।” দার্জিলিংয়ে গড়ে উঠতে চলেছে এক নতুন ক্রিকেট স্টেডিয়াম, যার নাম হবে ভারতের ২০২৫ মহিলাদের বিশ্বকাপের নায়িকা রিচা ঘোষের নামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই উদ্যোগের কথা, যা তরুণ ক্রিকেটার রিচার ঐতিহাসিক সাফল্যের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে গৃহীত হয়েছে। আরও পড়ুন - 'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়? ৭০০০ পুলিশ মোতায়েন, ভয় পেলেন ইউনূস? মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি! বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইস জেটের বিমান! জরুরি অবতরণ কলকাতায়
লালকেল্লার সামনে বিস্ফোরণ, নিরাপত্তা বাড়ল ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের
মঙ্গলবার গম্ভীরের কালীঘাট মন্দিরে যাওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে।
তোলা যাবে সেলফি, মিলবে সই করা জার্সিও! ভারত সফরে মেসি-সাক্ষাতের খরচ কত?
মেসিকে যাতে তাঁর ভক্তরা আরও কাছ থেকে দেখার সুযোগ পায়, তার জন্য একাধিক প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে।
জেলেই কীভাবে অন্তঃসত্ত্বা মহিলা কয়েদিরা? অদিতি, সম্রাজ্ঞী এবং শুভশ্রীর ‘অনুসন্ধান’জারি থাকুক
কেমন হল 'অনুসন্ধান' ওয়েব সিরিজ? পড়ুন রিভিউ।
SIR Tension in Bengal: SIR ‘আতঙ্কে’ আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল ধনেখালির মহিলার
SIR in Bengal: প্রসঙ্গত, প্রায় আট বছর আগে হরিপালের একজনের সঙ্গে বিয়ে হয় ওই মহিলার। কিন্তু পারিবারিক বিবাদের জেরে গত পাঁচ-ছয় বছর ধরে ধনেখালিতেই নিজের বাড়িতে ছিলেন মহিলা। অবশেষে সেখানে আত্মহত্যা করে বসলেন তিনি।
হাসপাতালে প্রেম চোপড়া, কী হয়েছে অভিনেতার?
রয়েছেন চিকিৎসকদের কড়া নজরেই। পরিবার সূত্রের খবর, আগের থেকে এখন অনেকটাই সুস্থ রয়েছেন প্রেম। সাড়া দিচ্ছেন চিকিৎসায়।প্রেমের চিকিৎসক জানিয়েছেন, অভিনেতার ফুসফুসে সংক্রমণ পাওয়া গিয়েছে। সঙ্গে অল্প জ্বর। তাঁকে রাখা হয়েছে আইসিইউতে।
Bakreshwar Temple: শুধু শৈবপীঠই নয়, সতীপীঠও বক্রেশ্বর, দুর্গাপুজোয় থাকে এই বিশেষ আয়োজন
Matua Protest SIR: মতুয়াদের প্রতিবাদ মঞ্চে যাবেন অধীর: সূত্র
SIR in Bengal: আর এই আবহেই প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছে সমর্থন চেয়ে দ্বারস্থ হন মতুয়াদের একটি প্রতিনিধি দল। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অধীর। সূত্রের খবর, এবার এই অসুস্থ প্রতিবাদীদের মতুয়াদের দেখতে আসতে পারেন অধীর চৌধুরী।
দিল্লি বিস্ফোরণের পরেই হাই অ্যালার্ট কলকাতায়, সমস্ত থানাকে সতর্ক করল লালবাজার
কলকাতার পাশাপাশি রাজ্যের সমস্ত পুলিশ সুপারদেরও সতর্ক করা হয়েছে।
মুছে গিয়েছে মাওবাদের আতঙ্ক, ২৫ বছর পর ভোট দেবে বিহারের চোরমারা গ্রাম
আগামিকাল ভোটকেন্দ্রে পা রাখবেন চোরগ্রামের মানুষ।
মুছে গিয়েছে মাওবাদের আতঙ্ক, ২৫ বছর পর নির্বাচনী প্রক্রিয়ায় অংশ হচ্ছে বিহারের এই গ্রাম
আগামিকাল ভোটকেন্দ্রে পা রাখবেন চোরগ্রামের মানুষ।
Durgapur Case: দুর্গাপুর-কাণ্ডে ১ মাস পর চার্জ গঠন আদালতের
এ দিন, সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় অভিযুক্তদের সামনে তুলে ধরেন তাঁদের বিরুদ্ধে কোন কোন অভিযোগ রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ এবং ষড়যন্ত্রের অভিযোগ। এর পাশাপাশি বাকি যে সকল অভিযুক্ত রয়েছেন তাঁদের নামে গণধর্ষণ এবং ডাকাতির অভিযোগ। একই সঙ্গে আরও একাধিক মামলা উল্লেখ রয়েছে চার্জশিটে।
Patiram |বিষাদের সুরে রক্ষাকালীর বিদায়, ভক্তদের চোখে জল আর মুখে, ‘বোল্লা মা কি জয়’
বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: চারদিনের উৎসব, ভক্তি ও আনন্দের সমাপ্তি টেনে সোমবার বিকেলে বিষাদের সুরে শেষ হল বোল্লা রক্ষাকালী পূজা ও মেলা। বিকেল নামার সঙ্গেই যখন ঢাকের আওয়াজ স্তব্ধ হয়ে এল, তখন হাজারো ভক্তের কণ্ঠে একযোগে ধ্বনিত হল, ‘আসছে কবে, বছর পরে… বোল্লা মা কি জয়!’ এই আবেগঘন আহ্বানের মধ্যেই পুকুরের জলে মিলিয়ে গেল দেবীর মহামূর্তি। […] The post Patiram | বিষাদের সুরে রক্ষাকালীর বিদায়, ভক্তদের চোখে জল আর মুখে, ‘বোল্লা মা কি জয়’ appeared first on Uttarbanga Sambad .
CAA-SIR in Bengal: SIR পর্বে ‘ত্রাতা’ সিএএ? ১০ দিনেই উত্তর দেবে কেন্দ্র
Calcutta High Court: ভোটার তালিকার নিবিড় পরিমার্জন ঘিরে একদিকে যেমন তৈরি হয়েছে আতঙ্কের পরিস্থিতি। অন্যদিকে তৈরি হয়েছে অস্বস্তি। কারওর নাম রয়েছে, কারওর নাম নেই। আর এই সবে উর্ধে সিএএ আবেদনকারীরা। তাঁদের উদ্বেগ আরও বেশি।
Prem Chopra: আবারও এক উদ্বেগের খবর, হাসপাতালে ভর্তি অভিনেতা প্রেম চোপড়া!
ফের এক উদ্বেগের খবর। ধীরে ধীরে যেন ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত বয়স্ক মানুষরা-ই হাসপাতালে। বেলা গড়াতেই খবর ছিল ধর্মেন্দ্র নাকি ভেন্টিলেশনে। যদিও পরে জানানো হয় তিনি এখন অনেকটাই ভাল আছেন। তবে, বলিউডের এঁকে এঁকে তাঁকে দেখতে যাচ্ছেন। সলমন খান-ও পৌঁছন হাসপাতালে। তবে, বর্তমানে জানা যাচ্ছে আরেক তারকা তিনিও নাকি হাসপাতালে। বয়স হয়েছে অনেকটাই। এবার খবর, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। বর্তমানে তাঁর বয়স ৯০ বছর। কিন্তু হঠাৎ কী হল? সত্যিই কি শরীর খারাপ তাঁর? কী জানা যাচ্ছে? নেহা কক্করের ভুয়ো বিজ্ঞাপন ঘিরে চাঞ্চল্য, ওরলি পুলিশের তদন্ত শুরু অভিনেতার পরিবারের তরফে জানা যাচ্ছে, তবে চিন্তার কিছু নেই। অভিনেতার জামাতা ও জনপ্রিয় অভিনেতা বিকাশ ভাল্লা জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি রুটিন স্বাস্থ্য পরীক্ষা। বিকাশ বলেন, “তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। এটা কেবল নিয়মিত চেকআপের অংশ।” প্রেম চোপড়া বলিউডের ইতিহাসে অন্যতম খ্যাতনামা ভিলেন হিসেবে পরিচিত। দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবনে তিনি প্রায় ৪০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর স্মরণীয় ছবির মধ্যে রয়েছে উপকার (১৯৬৭), ববি (১৯৭৩), দো আনজানে (১৯৭৬) এবং ক্রান্তি (১৯৮১)। Lucky Ali: 'একই সঙ্গীর সঙ্গে জীবন শেষ করা জরুরি নয়', একাধিক বিয়ে তাও বিচ্ছেদ! লাকি আলির প্রেমময় জীবন... তাঁর অনবদ্য সংলাপ, তীক্ষ্ণ চোখের অভিব্যক্তি এবং স্বতন্ত্র স্টাইল তাঁকে বলিউডের আইকনিক নেগেটিভ চরিত্রগুলির মধ্যে স্থায়ী আসন এনে দিয়েছে।
High Alert in Kolkata: দিল্লিতে বিস্ফোরণ, কলকাতাতেও হাই-অ্যালার্ট! নড়সড়ে বসল লালবাজার
Blast in Delhi: শেষ পাওয়া আপডেটে দিল্লি থেকে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত কমপক্ষে ২৪। এলাকার বাসিন্দারা বলছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার অভিঘাতে কেঁপে ওঠে গোটা এলাকা।
হামলা হতে পারে রামমন্দিরেও! দিল্লি রক্তাক্ত হতেই লাল সতর্কতা উত্তরপ্রদেশ জুড়ে
নিরাপত্তা বাড়ল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবন ও দপ্তরের।
হোচট খেয়ে মাটিতে মুখ থুবরে পড়লেন জিতেন্দ্র, কেমন আছেন অভিনেতা?
কয়েকদিন আগেই প্রয়াত হন বলিউড অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী অভিনেত্রী জারিন খান। যাঁর আরেকটি পরিচয়, তিনি হৃতিক রোশনের প্রাক্তন শাশুড়ি অর্থাৎ সুজানের মা। সোমবার জারিনের স্মরণসভা আয়োজন করেছিল তাঁর পরিবার। আর সেখানেই শ্রদ্ধা জানাতে এসে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন জিতেন্দ্র।
রাস্তায় কুড়িয়ে পাওয়া এসব জিনিস ভুলেও বাড়িতে আনবেন না, হতে পারে সর্বনাশ!
পথে চলতে চলতে মূল্যবান জিনিস পেলে তা পকেটে পুরে ঘরে ফেরা অনেকেরই অভ্যাস।
নেহা কক্করের ভুয়ো বিজ্ঞাপন ঘিরে চাঞ্চল্য, ওরলি পুলিশের তদন্ত শুরু
Abhijit Ganguly-Shamik Bhattacharya: BJP সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সাম্প্রতিক কিছু মন্তব্যে দলীয় অন্দরে সামান্য বেসুরো সুর শোনা যাওয়ায় বিষয়টি নিয়ে কথা বলেছেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কৃষ্ণনগরে বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অভিজিৎবাবু আবেগপ্রবণ মানুষ। ওঁনার সঙ্গে আমার কথা হয়েছে। সব ঠিক আছে, কোথাও কোনও অসুবিধা নেই। বিজেপি সঙ্ঘবদ্ধ।” রাজ্য সভাপতির এই বক্তব্যে দলীয় অন্দরের জল্পনায় কিছুটা ইতি পড়েছে বলে মনে করা হচ্ছে। সাংগঠনিক বৈঠকের আগে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে শমীক ভট্টাচার্য আরও বলেন, “মানুষের ক্ষোভ রয়েছে, সেটি অভিজিৎবাবুও অনেক সময় প্রকাশের চেষ্টা করছেন। এটা অস্বীকার করার জায়গা নেই যে, মানুষ চাইছেন তৃণমূলের দুর্নীতিতে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা হোক। তদন্তের গতি কমছে, এটা মানুষ অনুভব করছেন।” আরও পড়ুন- Richa Ghosh: রিচার সাফল্যে গর্বিত বাংলা! মুখ্যমন্ত্রীর উপহার, ‘রিচা ক্রিকেট স্টেডিয়াম’ এদিন তিনি রাজ্যের সাম্প্রতিক প্রশাসনিক পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “ভারতে এখন এসআইআর (SIR) হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে ডাক্তাররা ডেঙ্গিতে মারা গেলেও সেটা লিখতে পারছেন না। অলিখিতভাবে চিকিৎসকদের বলা হয়েছে— আত্মহত্যা, দুর্ঘটনা বা মদ্যপ অবস্থায় মৃত্যু— সব কিছুর কারণ লিখতে হবে ‘SIR মারা গিয়েছে’। এটাই রাজ্য সরকারের এজেন্ডা।” বিমান বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে প্রশ্ন উঠলে শমীক ভট্টাচার্য বলেন, “ওঁনার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। পশ্চিমবঙ্গে স্পিকারের পদমর্যাদাকে উনি কলুষিত করেছেন। উনি শিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত আইনজীবী। কিন্তু তাঁর তৃণমূলীকরণ এতটাই গভীর হয়েছে যে, এখন তিনি তৃণমূল কংগ্রেসের এক কঠিন নেতার মতো আচরণ করছেন।” আরও পড়ুন- West Bengal News Live Updates: ভর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, জারি হাই অ্যালার্ট, মৃত্যুতে তোলপাড় সব মিলিয়ে, রাজ্যের রাজনীতি ও দলের অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে এদিন কৃষ্ণনগরে রাজ্য সভাপতির এই বক্তব্যে বিজেপির অবস্থান স্পষ্ট হয়েছে— দল ঐক্যবদ্ধ, অভ্যন্তরীণ কোনও বিরোধ নেই, তবে সরকারের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত থাকবে। আরও পড়ুন- Delhi Red Fort explosion: লালকেল্লার কাছেই বিরাট বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৮, আহত বহু, তুমুল আতঙ্কে হুলস্থূল, জারি হাই অ্যালার্ট
ফের সেরার শিরোপা, বাংলার ‘যাত্রী সাথী’কে শ্রেষ্ঠত্বের পুরস্কার দিল কেন্দ্র, উচ্ছ্বসিত মমতা
কাজের সঙ্গে যুক্ত সকলকে মুখ্যমন্ত্রী আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন।
Belakoba |‘পিসি-ভাইপোর রাজ চলছে গোটা রাজ্যে,’বেলাকোবা থেকে কটাক্ষ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী
বেলাকোবা: রাজগঞ্জের শিকারপুরে দাঁড়িয়ে শাসক দলকে আক্রমণ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সোমবার জল্পেশ মন্দিরে পুজো দিয়ে দুপুর নাগাদ বেলাকোবার শিকারপুরে আসেন বিপ্লব দেব। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাজ্যে পিসি-ভাইপোর রাজ চলছে। পশ্চিমবঙ্গে দুর্নীতি, নারীরদের উপর নির্যাতন, ধর্ষণের ঘটনা অহরহ ঘটছে এবং এই ঘটনাগুলির পেছনে শাসক দলের হাত […] The post Belakoba | ‘পিসি-ভাইপোর রাজ চলছে গোটা রাজ্যে,’ বেলাকোবা থেকে কটাক্ষ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী appeared first on Uttarbanga Sambad .
অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত ১০ নম্বর! এসএসসির নিয়মকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যোগ্যরা
ফের বিতর্কে স্কুল সার্ভিস কমিশন।
Delhi Blast Death: ছড়িয়ে-ছিটিয়ে আছে দেহাংশ! দিল্লির বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু, আহত বহু
Delhi Blast Death: লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সন্ধ্যার পর সেখানে তিলধারণের জায়গা থাকে না। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
Nagrakata |বিধ্বংসী প্লাবনে গৃহহীনদের বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু জলপাইগুড়িতে
নাগরাকাটা: গত ৫ অক্টোবরের বিধ্বংসী প্লাবনে গৃহহীনদের বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু হল জলপাইগুড়িতে। গোটা বাড়িই নষ্ট হয়ে গিয়েছে এমন ২৫২৮ টি ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ১৬৪৩ টি পরিবারকে যথাক্রমে ১ লক্ষ ২০ হাজার ও ৭০ হাজার টাকা দেওয়া হচ্ছে। সোমবার উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ক্ষতিপূরণের টাকা দেওয়ার কাজ শুরু করেন। আলাদা […] The post Nagrakata | বিধ্বংসী প্লাবনে গৃহহীনদের বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু জলপাইগুড়িতে appeared first on Uttarbanga Sambad .
Explosives found: সাড়ে তিনশো থেকে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করল পুলিশ
Explosives found in Faridabad: জানা গিয়েছে, গত কয়েকদিনে হরিয়ানা ও জম্মু ও কাশ্মীর পুলিশ একাধিক জায়গায় তল্লাশি চালায়। জানা যায়, একাধিক চিকিৎসকের সঙ্গে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র রয়েছে। শাকিলকে জিজ্ঞাসাবাদ করে আল ফলাদ হাসপাতালে এক মহিলা চিকিৎসকের একটি গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়ি থেকে একটি অ্যাসল্ট রাইফেল ও পিস্তল পাওয়া যায়। ওই মহিলা চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
Richa Ghosh: রিচার সাফল্যে গর্বিত বাংলা! মুখ্যমন্ত্রীর উপহার, ‘রিচা ক্রিকেট স্টেডিয়াম’
Richa Ghosh Stadium: দার্জিলিংয়ে গড়ে উঠতে চলেছে এক নতুন ক্রিকেট স্টেডিয়াম, যার নাম হবে ভারতের ২০২৫ মহিলাদের বিশ্বকাপের নায়িকা রিচা ঘোষের নামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই উদ্যোগের কথা, যা তরুণ ক্রিকেটার রিচার ঐতিহাসিক সাফল্যের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে গৃহীত হয়েছে। ২২ বছর বয়সী সিলিগুড়ির মেয়ে রিচা ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “রিচা মাত্র ২২ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা তাকে সম্মান জানিয়েছি, কিন্তু আমি চাই আরও কিছু করা হোক। দার্জিলিংয়ে প্রায় ২৭ একর জমি রয়েছে। সেখানে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছি, যার নাম হবে ‘রিচা ক্রিকেট স্টেডিয়াম’। যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার কৃতিত্ব মনে রাখে ও অনুপ্রাণিত হয়।” আরও পড়ুন- West Bengal News Live Updates: ভর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, জারি হাই অ্যালার্ট, মৃত্যুতে তোলপাড় সম্প্রতি নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর রিচা ঘোষ সিলিগুড়িতে নায়িকার সম্মান পেয়েছেন। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)-এর সভাপতি সৌরভ গাঙ্গুলি। রিচাকে তিনি একটি সোনার প্রলেপ দেওয়া ব্যাট ও বল উপহার দেন, যাতে স্বাক্ষর করেন গাঙ্গুলি ও ভারতীয় ক্রিকেট কিংবদন্তি ঝুলন গোস্বামী। আরও পড়ুন- SIR নিয়ে ফের কেন্দ্রকে একহাত মুখ্যমন্ত্রীর, নাম না করে অমিত শাহকে ‘মীরজাফর’ বলে আক্রমণ রাজ্য সরকার রিচাকে সম্মান জানিয়ে তাকে ‘বঙ্গভূষণ’ পুরস্কারে ভূষিত করেছে, একটি সোনার চেন প্রদান করেছে এবং তাকে পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (DSP) পদে নিয়োগ করেছে। রিচার পারফরম্যান্সে মুগ্ধ গাঙ্গুলি বলেন, “রিচা ধারাবাহিক ও মানসিকভাবে শক্তিশালী। ভবিষ্যতে সে ভারতের অধিনায়ক হওয়ার ক্ষমতা রাখে।”বিশ্বকাপে রিচা ভারতের অন্যতম সেরা পারফরমার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে ১০২ রানে ছয় উইকেট হারানোর পর তার ৯৪ রানের ইনিংস দলকে জয় এনে দেয়, যা তার পরিণত মানসিকতার প্রতিফলন। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব বাস্তবায়িত হয়, তবে এটি হবে ভারতের ইতিহাসে প্রথম কোনো মহিলা ক্রিকেটারের নামে সম্পূর্ণ একটি ক্রিকেট স্টেডিয়াম — যা নারী ক্রিকেটের স্বীকৃতি ও গৌরবের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে। আরও পড়ুন- Delhi Red Fort explosion: লালকেল্লার কাছেই বিরাট বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৮, আহত বহু, তুমুল আতঙ্কে হুলস্থূল, জারি হাই অ্যালার্ট বর্তমানে বিশাখাপত্তনমের ACA-VDCA স্টেডিয়ামে মিতালি রাজ এবং কলকাতার ইডেন গার্ডেনে ঝুলন গোস্বামীর নামে গ্যালারি থাকলেও, রিচার নামে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম দেশের জন্য এক নজিরবিহীন সম্মান হিসেবে বিবেচিত হবে।
New Delhi |দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় মৃত অন্তত ৮! হাই অ্যালার্টে রাজধানী
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লির লালকেল্লার (Red Fort) কাছে ভয়াবহ বিস্ফোরণের (Explosion) ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। ঘটনার দরুন জখম হয়েছেন প্রায় ২৪ জন। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকাই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর পাশে থাকা একাধিক গাড়িতে আগুন ধরে যায় বলে […] The post New Delhi | দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় মৃত অন্তত ৮! হাই অ্যালার্টে রাজধানী appeared first on Uttarbanga Sambad .
Blast in Delhi: ‘যেন একটা মিসাইল আকাশ থেকে এসে ফাটল’, লালকেল্লায় দাঁড়িয়ে বলছেন প্রত্যক্ষদর্শী
Explosion in Delhi: আশপাশে রয়েছে একাধিক দোকান। একাধিক বাড়ি। আচমকা বিস্ফোরণে ভয়ঙ্কর অবস্থা গোটা এলাকার। ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতের সংখ্যাও হু হু করে বাড়ছে।
ঘরে ফেরার গান! বার্সেলোনার স্টেডিয়ামে ‘গোপন’সফরে মেসি, কামব্যাকের প্রস্তুতি?
মেসির পোস্ট করা ছবিগুলো ভক্তদের আবেগপ্রবণ ও আশাবাদী করে তুলতে যথেষ্ট।
Delhi Red Fort explosion: ভর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, মৃত এক। আহত আরও বহু। জারি হাই অ্যালার্ট। সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে প্রবল বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের দোকানগুলির ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাজুড়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের জেরে আশপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাস ও ব্যক্তিগত গাড়িতে আগুন ধরে যায় বলে জানিয়েছে দমকল বিভাগ। সূত্রের খবর, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে প্রথম বিস্ফোরণ ঘটে। তার কিছুক্ষণ পরই আশেপাশে থাকা আরও তিনটি গাড়িতেও আগুন ধরে যায়। দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে। दिल्ली में लाल किले के पास कार में जोरदार धमाका हुआ है, जिसके बाद पूरे इलाके में अफरातफरी मच गई है. यह धमाका लाल किला मेट्रो स्टेशन के गेट नंबर 1 पर हुआ. धमाके के बाद कार में भीषण आग लग गई और उसकी चपेट में तीन और गाड़ियां आ गई. #Delhi #Delhipolice #lalqila #blast #car #abpnews pic.twitter.com/emzVuaS25p — ABP News (@ABPNews) November 10, 2025 প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে একটি গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পাশে দাঁড়ানো আরও তিনটি গাড়িতে। বিস্ফোরণের শব্দে আশপাশের দোকানপাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ভেঙে যায় জানলা-দরজা। দিল্লি দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় অন্তত ১০টি দমকল ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দমকল কর্মীরা আশপাশের এলাকাও খতিয়ে দেখছেন, যেন কোনও দ্বিতীয় বিস্ফোরণের সম্ভাবনা না থাকে। আহতদের দ্রুত উদ্ধার করে এলএনজেপি (LNJP) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লি পুলিশের বিশেষ দল এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াড ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির ভেতরে কোনও বিস্ফোরক পদার্থ ছিল। তবে, পুলিশ এখনও বিস্ফোরণের সঠিক কারণ নিয়ে কিছু জানায়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার ডি.সি.পি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। #WATCH | A call was received regarding an explosion in a car near Gate No. 1 of the Red Fort Metro Station, after which three to four vehicles also caught fire and sustained damage. A total of 7 fire tenders have reached the spot. A team from the Delhi Police Special Cell has… pic.twitter.com/F7jbepnb4F — ANI (@ANI) November 10, 2025 লালকেল্লা সংলগ্ন অঞ্চলটি অত্যন্ত ব্যস্ত হওয়ায়, বিস্ফোরণের পরই ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এনআইএ (NIA) ও এনএসজি (NSG)-এর দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর জোরালো শব্দ শোনা যায় এবং তার কিছুক্ষণের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। আরও পড়ুন- আদানি-আম্বানি নয়, এই ব্যাক্তি দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের মালিক, দাম জানলে চমকে যাবেন youtube ভিডিওতে 1Kভিউ! আয়ের পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড, ডেড লাইন বেঁধে বড় নির্দেশ সরকারের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনে ধামাকা অফার, পান ৪১,০০০-এর বিরাট ছাড় সপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনার দর, জানেন আজ কলকাতায় কতটা কমল হলুদ ধাতুর দর? ৫ বছরে ৩০,০০০ টাকা বিদ্যুৎ সাশ্রয়! হ্যাভেলসের এই অত্যাধুনিক প্রযুক্তির গিজারে ২৫% দ্রুত গরম হবে জল
Kolkata Metro: দক্ষিণেশ্বর লাইনে বিপ্লব, ড্রাইভার ছাড়াই চলবে মেট্রো
Kolkata Metro: কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা CBTC সিগন্যালিং সিস্টেম হল এমন একটি ব্যবস্থা যা চালু হলে তবেই চালকহীন মেট্রো চলা সম্ভব। এই সিগন্যাল ব্যবস্থায় একজন ট্রেন অ্যাটেন্ডেন্টের প্রয়োজন হয়। তবে এই লাইনে সিবিটিসি চালু হতে এখনও অন্তত তিন থেকে চার বছর লেগে যাবে বলেই মনে করছেন মেট্রো আধিকারিকরা।
দিল্লি বিস্ফোরণ Live Updates: মৃত ৮, উত্তরপ্রদেশে লাল সতর্কতা, অ্যালার্ট দেশের বড় শহরগুলিতেও
আহত একাধিক।

12 C