Lionel Messi |হায়দরাবাদ, মুম্বইয়ের পর দিল্লিতেও মেসির সুশৃঙ্খল অনুষ্ঠান! ব্যতিক্রম হয়ে থাকল কলকাতাই
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতার বিশৃঙ্খলার পুনরাবৃত্তি হয়নি হায়দরাবাদ ও মুম্বইতে। দুই জায়গাতেই দর্শকদের মন জয় করেছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। এবার দিল্লিও তার ব্যতিক্রম হল না। এদিন দিল্লিতে মেসির প্রতিটি কর্মসূচি ছিল একদম ছকে বাঁধা, সময় ধরে ধরে। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ছিল মূল অনুষ্ঠান। সেখানে ৩৫ মিনিট কাটিয়েছেন মেসি। […] The post Lionel Messi | হায়দরাবাদ, মুম্বইয়ের পর দিল্লিতেও মেসির সুশৃঙ্খল অনুষ্ঠান! ব্যতিক্রম হয়ে থাকল কলকাতাই appeared first on Uttarbanga Sambad .
দিল্লিতে প্রিয়াঙ্কা সাক্ষাতে পিকে, বিহার বিপর্যয়ের পর দিল্লিতে কী অঙ্ক কষছেন ভোটকুশলী!
সোনিয়ার বাসভবনে প্রায় ঘণ্টাখানেক ধরে চলে তাঁদের বৈঠক।
রাজনৈতিক দলগুলির কাছেও খসড়া পাঠাবে কমিশন, বিডিও অফিসে এখনই মিলবে না ছাপানো তালিকা
মঙ্গলবার কখন প্রকাশ হবে খসড়া তালিকা?
‘কোনও ভিআইপি কালচার চলবে না’, গঙ্গাসাগর মেলা নিয়ে সাফ বার্তা মমতার
'নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়', বললেন মুখ্যমন্ত্রী।
Bay of Bengal |গভীর সমুদ্রে বাংলাদেশি নৌসেনার হামলা! নিখোঁজ ৫ ভারতীয় মৎস্যজীবী
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গভীর রাতে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় এক ভয়াবহ ঘটনায় উত্তাল হয়ে উঠল উপকূলীয় এলাকা! অভিযোগ উঠেছে, আচমকা বাংলাদেশের নৌসেনার একটি জাহাজ ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারে সজোরে ধাক্কা মেরে সেটিকে ডুবিয়ে দিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন ভারতীয় মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গত রবিবার গভীর রাতে এই ঘটনাটির […] The post Bay of Bengal | গভীর সমুদ্রে বাংলাদেশি নৌসেনার হামলা! নিখোঁজ ৫ ভারতীয় মৎস্যজীবী appeared first on Uttarbanga Sambad .
প্রথম আইবুড়ো ভাত খেলেন মধুমিতা-দেবমাল্য, কন্টিনেন্টাল মেনু আর আড্ডায় জমল আসর
বিয়ের অনুষ্ঠানের প্রথম ধাপ, ছবি দিয়ে কী জানালেন টলিপাড়ার 'চিনি'?
High Blood Pressure Care: শীতে কোথাও বেড়াতে গিয়েছেন, প্রেশার বাড়লে কী করবেন? জানুন চিকিৎসকের থেকে
High Blood Pressure Care: আমাদের দেশে প্রতি তিনজনের মধ্যে একজন হাই ব্লাড প্রেশারের রোগী। তাই বলে জীবন থেমে থাকে না। শীতকাল মানেই বাঙালিকে ঘোরাঘুরি টানে। এই পরিস্থিতিতে যাঁদের প্রেশার বেশি এবং শীতকালে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন, তাঁদের প্রতি বিশেষ পরামর্শ দিয়েছেন চিকিৎসক ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'যদি কখনও কোনও অবস্থায় ব্লাড প্রেশার ১৫০-এর বেশি বেড়ে যায়, তাহলে যে কোনও ব্র্যান্ডের একটা ৫ মিলিগ্রামের অ্যামলোডিপিন খেতে পারেন। কিডনির ওপর এর কোনও ক্ষতিকারক প্রভাব পড়ে না। অ্যামলোডিপিনের কারণে শুধু একটু পা ফুলতে পারে মাত্র। ফিরে ডাক্তারকে দেখালে সেই সমস্যাও মিটে যাবে। সেই কারণে, যাঁরা ব্লাড প্রেশারে ভোগেন তাঁরা বেড়াতে গেলে অতিরিক্ত অ্যামলোডিপিন ট্যাবলেট সঙ্গে নিয়ে যেতে পারেন। আর, যাঁরা প্রেশারের রোগী নন কিন্তু বংশে প্রেশার আছে, তাঁরাও শরীরে অস্বস্তি বোধ করলে অন্য কোনও প্রেশারের ওষুধ না খেয়ে নির্দ্ধিধায় অ্যামলোডিপিন খেতে পারেন। রোগীর হৃদযন্ত্র, কিডনি বা অন্য কোনও সমস্যা থাকলে অ্যামলোডিপিন খাওয়াই বেশি নিরাপদ।' আরও পড়ুন- সকালে ঘুম থেকে উঠলেই কেন আসে মলত্যাগের চাপ, কেনই বা শীতকালে বাড়ে কোষ্ঠকাঠিন্য? ব্লাড প্রেশারের রোগীদের সুস্থ থাকার জন্য পাঁচটি বিষয় মাথায় রাখার পরামর্শ দিয়েছেন ডা. বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'বছরে একবার কিডনির কার্যকারিতা এবং ইলেকট্রোলাইট পরীক্ষা করাবেন। যদি কিডনি পরীক্ষার ফলাফল বিভিন্নরকম আসে, তবে বছরে তিনবার পরীক্ষা করানো উচিত। গরমে অবশ্যই সোডিয়াম, পটাশিয়ামের লেভেলটা পরীক্ষা করে নেবেন।' একইসঙ্গে তিনি বলেছেন, 'ব্লাড প্রেশারের জন্য চোখ নষ্ট হয়ে যায়। সেই জন্য বছরে একবার চোখের পরীক্ষা করাবেন। তবে চোখ ভালো থাকলে, প্রেশার ভালো থাকলে পাঁচ বছরে একবার পরীক্ষা করালেও হবে। প্রেশার অনিয়ন্ত্রিত থাকলে বছরে একবার চোখের পরীক্ষা করাতেই হবে। নিজের একটা চোখ ঢেকে আরেকটা চোখ দিয়ে দেখুন কোনও চোখে বেশি বা কম দেখছেন কি না।' আরও পড়ুন- কোন টুথব্রাশ দাঁতের জন্য উপকারী, ইলেকট্রিক নাকি ম্যানুয়াল? জেনে নিন কী বলছেন দাঁতের ডাক্তার এল ভিএইচ কী? এর পাশাপাশি, প্রেশারের রোগীদের ইসিজি করানোর পরামর্শও দিয়েছেন ডা. বন্দ্যোপাধ্যায়। কতটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি (LVH) বা হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল অর্থাৎ নীচের ঘরের পেশী প্রাচীর ঘন বা পুরু হয়ে যাচ্ছে কি না, অর্থাৎ হৃদপিণ্ডের রক্ত পাম্প করতে অসুবিধা হচ্ছে কি না, তা সবচেয়ে ভালো বোঝা যায় ইকোস্ক্রিন থেকে। যাঁদের প্রেশার অনেকসময় বেশি হয়ে যায় এবং বয়স ৬০-এর ওপর তাঁদের বছরে অন্তত একবার ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ECG) এবং ইকোকার্ডিওগ্রাফি (ECHO) করা দরকার। আরও পড়ুন- কোন টুথপেস্ট দাঁতের জন্য ভালো? আপনার সঠিক টুথপেস্ট কোনটি, জানুন এখানে জ্বরের সময় প্রেশারের রোগীরা যাতে অবশ্যই ডাক্তার দেখিয়ে প্রেশার অ্যাডজাস্ট করেন, সেই পরামর্শও দিয়েছেন চিকিৎসক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, জ্বর হলে ব্লাড প্রেশার কমে যায়। সেই সময় ব্লাড প্রেশারের ওষুধের চাহিদা কমে যায়। এর পাশাপাশি শীতকালে ব্লাড প্রেশার পরীক্ষারও পরামর্শ দিয়েছেন চিকিৎসক বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন- সর্দি সাইনাসের জের নাকি অ্যালার্জির, দুইয়ের সম্পর্কটাই বা কী? আর, প্রেশার যদি ঘনঘন বাড়ে বা কমে, তাহলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের দ্বারস্থ হতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে রক্তচাপের এই বাড়া কমার পিছনে কোন কারণ রয়েছে, তা দ্রুত জানা জরুরি। আর, সেই কারণ দূর করাও জরুরি বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
IPL 2026 Auction News: জীবনে কোনওদিন IPL খেলেননি এই ৫ ক্রিকেটার! রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও
ONGC: অশোকনগরে মাটির তলায় বিপুল তেল, হাজার হাজার কোটি টাকা আসবে রাজ্যের ঘরে
উত্তর ২৪ পরগনার অশোকনগরে বছর কয়েক আগেই তেল ও প্রাকৃতিক গ্যাসের খোঁজ পায় ওএনজিসি(ONGC)। শুরু হয়েছে মাপজোক-সমীক্ষা। বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের অপেক্ষায় রয়েছে সেই অঞ্চল। এবার রেভিনিউ-এর হিসেবটাও বলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
কেন্দ্রের অঙ্গুলিহেলনে চলবে বিসিসিআই? তৃণমূল সাংসদের প্রশ্নে কী জবাব ক্রীড়ামন্ত্রীর
হিসেব-নিকেশের ব্যাপারেও কি হস্তক্ষেপ করবে কেন্দ্র সরকার?
Post Office Scheme: নেই কোন শর্টকার্ট! এটাই 'বড়লোক' হওয়ার সবচেয়ে বড় ফান্ডা
Post Office Scheme: ডাকঘর গ্রাহকদের জন্য একাধিক সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে যার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প বা এমআইএস (Monthly Income Scheme)। এই প্রকল্পটি বিশেষভাবে তাঁদের জন্য, যাঁরা এককালীন বিনিয়োগের মাধ্যমে নিয়মিত মাসিক আয় চান। এমআইএস স্কিমে বারবার টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই। একবার নির্দিষ্ট অঙ্ক বিনিয়োগ করলেই প্রতি মাসে সুদ বাবদ একটা মোটা টাকা পাওয়া যায়। আরও পড়ুন- ইলেকট্রিক স্কুটারের বাজারে ভূমিকম্প! ২ লক্ষ মানুষ এই মডেলটি কিনেছেন, আস্থা অর্জনে শীর্ষে এই সংস্থা বর্তমানে পোস্ট অফিস এমআইএস স্কিমে বার্ষিক ৭.৪ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই সুদের টাকা সরাসরি বিনিয়োগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। চাইলে এই টাকা সঞ্চয় করে রাখা যায় অথবা প্রয়োজনে তুলে নেওয়াও সম্ভব। এই প্রকল্পে মাত্র ১,০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত এবং জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। জয়েন্ট অ্যাকাউন্টে সর্বাধিক তিনজন থাকতে পারেন। আরও পড়ুন- ফের দেশজুড়ে বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম? রিপোর্ট সামনে আসতেই তোলপাড় যদি কোনও বিনিয়োগকারী সিঙ্গেল অ্যাকাউন্টে এককালীন ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি পাঁচ বছর ধরে প্রতি মাসে প্রায় ৫,৫৫০ টাকা করে নিশ্চিত আয় পাবেন। এই অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। এমআইএস স্কিমের মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে বিনিয়োগকারীর সম্পূর্ণ মূলধন ফেরত দেওয়া হয়, ফলে এখানে মূল টাকার নিরাপত্তাও পুরোপুরি বজায় থাকে। অর্থাৎ, পাঁচ বছর ধরে নিয়মিত মাসিক আয়ের পাশাপাশি বিনিয়োগ করা টাকাও পুরোপুরি সুরক্ষিত থাকে। আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে হলে বিনিয়োগকারীর একটি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। অ্যাকাউন্ট খোলার পর থেকেই মাসিক আয় শুরু হয়ে যায়। নিরাপদ বিনিয়োগ এবং নিশ্চিত মাসিক আয়ের যারা সন্ধান করছেন বিশেষ করে অবসরপ্রাপ্ত বা মধ্যবিত্ত পরিবারের জন্য পোস্ট অফিসের এমআইএস স্কিম একটি আদর্শ বিকল্প।
বিশ্বের অন্যতম বৃহৎ সমাবেশ ‘বিশ্ব ইজতেমা’হুগলিতে, সব ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর
এদিন নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
আপনার ফোন নাম্বারে কটা ৮ রয়েছে? এটা বলে দেবে আগামী বছর কেমন যাবে
আপনার মোবাইল নাম্বারেও যদি থাকে, তাহলেও প্রভাব পড়বে। কী প্রভাব পড়বে। রইল বিস্তারিত আলোচনা। ফোন নম্বর বাছাই করাটা বেশিরভাগই আমাদের হাতে থাকে না। কিন্তু ইদানিং বেশ কিছু নেটওয়ার্ক কোম্পানি আপনাকে সুযোগ করে দেবে নম্বর বাছাইয়ের জন্য। সেই সময়ই নজর রাখুন এই সংখ্যতত্ত্বে।
ইন্ডিগো বিপর্যয় নিয়ে জনস্বার্থ মামলা শুনতে চাইল না শীর্ষ আদালত, যেতে বলল দিল্লি হাইকোর্টে
বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে দিল্লি হাইকোর্টে আগে থেকেই একটি মামলা চলছে।
How to Check your Name on Draft List: খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না, সেটাই এখন আসল ব্যাপার। আপনাকে খসড়া তালিকা থেকে যাচাই করে দেখতে হবে আপনার নাম রয়েছে কি না। কিন্তু কীভাবে দেখবেন আপনি? নির্বাচন কমিশন জানিয়েছেন অনলাইন ও অফলাইন, দুই ভাবেই দেখা যাবে খসড়া তালিকা।
Malda |বেআইনিভাবে থানায় আটকে স্বামীকে শারীরিক নির্যাতন! আদালতের দ্বারস্থ স্ত্রী
মালদা: বেআইনিভাবে দু’দিন ধরে এক ব্যক্তিকে আটক করে শারীরিক নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এনিয়ে ইতিমধ্যে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরেও পুলিশি ভূমিকা নিয়ে সন্তুষ্ট না হতে পেরে অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন নির্যাতিত ব্যক্তির স্ত্রী। অভিযোগ কালিয়াচক থানার অন্তর্গত যদুপুর কাছেরিপাড়া এলাকার বাসিন্দা জিয়াউল হককে গত ২ ডিসেম্বর কালিয়াচক থানায় (Kaliachak) […] The post Malda | বেআইনিভাবে থানায় আটকে স্বামীকে শারীরিক নির্যাতন! আদালতের দ্বারস্থ স্ত্রী appeared first on Uttarbanga Sambad .
মুসলিম এলাকায় দোকান খোলার দায়ে এক হিন্দুকে মারধর বলে ছড়াল অসম্পর্কিত ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কুমিল্লার একটি মসজিদ থেকে জলের মোটর চুরির দায়ে ধরা পড়া এক যুবককে মারধরের। ভুক্তভোগীও মুসলিম সম্প্রদায়ের।
Banana Smoothie |ভরবে পেট, কমবে ওজন! প্রাতরাশ সারুন এই বিশেষ স্মুদি দিয়েই…
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাতরাশে স্বাস্থ্যকর কোন খাবার খাবেন তা নিয়ে চিন্তা লেগেই থাকে। সেই চিন্তা দূর করতে রইল এমন একটি খাবারের সন্ধান, যা খেলে পেটও ভরবে আবার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। এটি হল কলা দিয়ে তৈরি একটি বিশেষ স্মুদি (Banana Smoothie)। যা ঝটপট বানিয়ে নিতে পারবেন বাড়িতে। উপকরণ: ১টি কলা, ১ কাপ দুধ, ২-৩ টেবিল […] The post Banana Smoothie | ভরবে পেট, কমবে ওজন! প্রাতরাশ সারুন এই বিশেষ স্মুদি দিয়েই… appeared first on Uttarbanga Sambad .
Mathabhanga |গোপাল ঠাকুরের পিকনিক, মাতলেন ভক্তরা
মাথাভাঙ্গা: পিকনিক মানেই কি শুধু হইচই, হাঁড়ি-পাতিল আর আনন্দের আড্ডা! মাথাভাঙ্গা শহরের সুভাষপল্লিতে রবিবার সেই ধারণাকেই ভেঙে দিলেন গোপাল ভক্তরা। শীতের হালকা আমেজে সুভাষপল্লি দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হল এক ব্যতিক্রমী অনুষ্ঠান। যার নাম দেওয়া হয়েছে গোপাল ঠাকুরের পিকনিক। রীতিমতো প্যান্ডেল খাটিয়ে, ফুল-আলোয় সাজিয়ে যেন এক দৈব আনন্দময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ভগবানের পিকনিক […] The post Mathabhanga | গোপাল ঠাকুরের পিকনিক, মাতলেন ভক্তরা appeared first on Uttarbanga Sambad .
India-USA Trade Tie: বেড়েছে রফতানি, মিটে যেতে চলেছে শুল্ক জট? বড় বার্তা নয়াদিল্লির
India-USA Tariffs Tension: অবশ্য, সুইৎজ়ারের সঙ্গে বৈঠকের পর বেশ সুর নরম হয়েছে নয়াদিল্লি। আশাবাদী মনোভাব ফুটে উঠছে হাবেভাবে। এদিন সাংবাদিক রাজেশ আগরওয়াল বলেন, 'আমরা বাণিজ্যচুক্তি নিয়ে চূড়ান্তের কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছি। খুব অল্প সময়ের মধ্যে বাকি কাজটা সম্পন্ন হয়ে যাবে বলেই ধারণা।'
Haldibari |২০২৬-এর ভোটে তৃণমূলের ফেভারিট অমর-পুত্র, মেখলিগঞ্জ আসনে অর্ঘ্যই সম্ভাব্য প্রার্থী
হলদিবাড়ি: বছর ঘুরতেই বাংলায় বিধানসভা ভোট। ইতিমধ্যে শাসক-বিরোধী সব দলই তাঁদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই আবহে মেখলিগঞ্জ বিধানসভা এলাকায় শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। বিগত বিধানসভা ভোটের পর দীর্ঘদিন নীরব থাকার পর রাজনীতিতে ফের সক্রিয় প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায়প্রধান। গতবছর থেকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নেমেছেন অর্ঘ্য। সংগঠন বৃদ্ধিতে বর্তমানে […] The post Haldibari | ২০২৬-এর ভোটে তৃণমূলের ফেভারিট অমর-পুত্র, মেখলিগঞ্জ আসনে অর্ঘ্যই সম্ভাব্য প্রার্থী appeared first on Uttarbanga Sambad .
Sinus Problem |শীতে বাড়ে সাইনাসের সমস্যা! মুক্তি পাবেন কীভাবে? রইল উপায়
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়লেই বাড়ে সাইনাসের সমস্যা (Sinus Problem)। এমনটা হলে রাতে ঘুমোতে গেলেই নাক বন্ধ হয়ে আসবে, শ্বাস নিতে কষ্ট হবে। সকালে উঠেই মাথাব্যথা শুরু হয়ে যাবে, ঘনঘন হাঁচি হবে। মূলত কম তাপমাত্রা, শুষ্ক আবহাওয়ায় শ্বাসনালির ভিতরে প্রদাহ বেড়ে যায়। তার উপর দূষনের প্রভাব এবং ভাইরাসের সংক্রমণের জেরে সাইনাসের সমস্যা বাড়ে। তবে […] The post Sinus Problem | শীতে বাড়ে সাইনাসের সমস্যা! মুক্তি পাবেন কীভাবে? রইল উপায় appeared first on Uttarbanga Sambad .
Cooch Behar |এক মাস পার, জেলায় নেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি
কোচবিহার: চরম প্রশাসনিক উদাসীনতায় এক মাস পার। আপাতত কোচবিহার জেলায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নেই। ফলে উদ্ধার হওয়া শিশুদের হাজির করানো নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পুলিশ থেকে শুরু করে জেলা শিশু সুরক্ষা আধিকারিকের দপ্তরের কর্মীদের। সরকারি নিয়ম অনুযায়ী, কোনও শিশুকে উদ্ধার করা হলে প্রথম তাকে হাজির করতে হয় এই কমিটির সামনে। এরপর কমিটি ঠিক করে, তাকে […] The post Cooch Behar | এক মাস পার, জেলায় নেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি appeared first on Uttarbanga Sambad .
CPIM |মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য! বিতর্কে কেরলের বাম নেতা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহিলাদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেরলের এক সিপিআইএম (CPIM) নেতা। কেরলের মালাপ্পুরম জেলার থেনেলা পঞ্চায়েতের একটি আসনে ৪৭ ভোটের সামান্য মার্জিনে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ প্রার্থীকে হারান নির্দল প্রার্থী হিসেবে লড়াইকরা সইদ আলি মজিদ নামে ওই নেতা। এরপর এক বিজয় সভায় সমর্থক-কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মজিদ বলেন, মহিলারা বিয়ের […] The post CPIM | মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য! বিতর্কে কেরলের বাম নেতা appeared first on Uttarbanga Sambad .
হাসিনা প্রশ্নে বিবাদ থাকলেও ভাত পেতে ভারতকেই চায় বাংলাদেশ! কিনবে ৫০ হাজার মেট্রিক টন চাল
রাজনীতিকে দূরে সরিয়ে রেখেই বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।
Bondi Beach Shooting: অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ভয়াবহ গণগুলিবর্ষণের ঘটনার পর এক নিরস্ত্র ব্যক্তির সাহসিকতা গোটা দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গুলি চলার মাঝেই এক ব্যক্তি দ্রুততার সঙ্গে হামলাকারীর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কাবু করেন। এই সাহসী পদক্ষেপের ফলেই প্রাণে বাঁচেন বহু মানুষ। রবিবারের এই হামলাকে সাম্প্রতিক সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার অন্যতম ভয়াবহ জঙ্গি হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আরও পড়ুন- ফুটবলের কালো অধ্যায় কলকাতায়! কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে কীভাবে যোগাযোগ? টাকা কি রিফান্ড পাবেন দর্শকরা? প্রায় ১৫ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি প্রথমে পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়ে থাকেন। এরপর সুযোগ বুঝে পেছন দিক থেকে বন্দুকধারীর দিকে দৌড়ে যান। তিনি হামলাকারীর গলা চেপে ধরে তার হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন এবং পরে সেই বন্দুকই তাক করেন হামলাকারীর দিকেই। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ওই ব্যক্তিকে বাস্তবের ‘নায়ক’ বলে অভিহিত করেন সাধারণ মানুষ থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব। এই সাহসী ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে ৪৩ বছর বয়সি আহমেদ আল আহমেদ হিসেবে। পেশায় তিনি একজন ফল বিক্রেতা। হামলার সময় তিনি ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন। কোনো অস্ত্রচালনার অভিজ্ঞতা না থাকলেও পরিস্থিতির ভয়াবহতা বুঝে তিনি ঝুঁকি নিয়ে এগিয়ে যান। গুলিবর্ষণের সময় তিনি নিজেও গুলিতে আহত হন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতেই তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। আরও পড়ুন- 'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদের এক আত্মীয় মুস্তাফা জানান, “উনি এখন হাসপাতালে ভরতি। ভেতরে ঠিক কী অবস্থা আমরা জানি না। তবে আমরা আশা করছি ও সুস্থ হয়ে উঠবে। সে নিঃসন্দেহে একজন নায়ক।” অনলাইনে অসংখ্য মানুষ তার দ্রুত প্রতিক্রিয়া ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও আহমেদকে ‘জাতীয় নায়ক’ বলে অভিহিত করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইহুদি ধর্মীয় উৎসব চলাকালীন বন্ডাই বিচে আয়োজিত অনুষ্ঠানে এই হামলা চালানো হয়। ওই অনুষ্ঠানে শয়ে শয়ে মানুষ উপস্থিত ছিলেন। এই হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। পরে ঘটনাস্থলেই এক হামলাকারীর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬। আরও পড়ুন- মারাত্মক দূষণের কবলে দিল্লি, একিউআই ৫০০ ছাড়িয়েছে! নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত ছিল বাবা-ছেলের একটি জুটি। নিহত ব্যক্তি ৫০ বছর বয়সি সাজিদ আক্রম এবং তার ২৪ বছর বয়সি ছেলে নাভিদ আক্রম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে ঘোষণা করেছে। ইজরায়েলের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ইজরায়েলি নাগরিকও রয়েছেন। হামলার পর প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকেন। তিনি বলেন, “আনন্দের দিনে ইহুদি অস্ট্রেলিয়ানদের উপর এই লক্ষ্যভিত্তিক হামলা আমাদের জাতির হৃদয়ে আঘাত হেনেছে। এটি ঘৃণা, ইহুদিবিদ্বেষ ও সন্ত্রাসবাদের নগ্ন প্রকাশ। ইহুদি অস্ট্রেলিয়ানদের উপর হামলা মানে গোটা অস্ট্রেলিয়ার উপর হামলা। আমাদের দেশে এই ঘৃণা ও হিংসার কোনো জায়গা নেই।” আরও পড়ুন- নাড্ডার স্থলাভিষিক্ত নীতিন নবীন, নির্বাচনী মরসুমকে সামনে রেখে বিরাট কৌশল বিজেপির এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনার পর অস্ট্রেলিয়া সরকারের নীতির সমালোচনা করেছেন। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, অস্ট্রেলিয়ার কিছু অবস্থান ইহুদিবিদ্বেষকে উসকে দিচ্ছে। তিনি দাবি করেন, নেতারা নীরব থাকলে এবং কঠোর পদক্ষেপ না নিলে এই বিদ্বেষ আরও ছড়িয়ে পড়ে। এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলেও আলোড়ন সৃষ্টি হয়েছে।
Lifestyle |তেল চিটচিটে এক্সহস্ট ফ্যান? রোজকার ব্যবহৃত জিনিসে করে তুলুন ঝাঁ-চকচকে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সারাদিন দেদার রান্নাবান্না। চিটচিটে রান্নাঘর। ধোঁয়া, তেলে যাচ্ছেতাই পরিস্থিতি এক্সহস্ট ফ্যানের। মাথা ঘুরছে তো কীভাবে এক্সহস্ট ফ্যান পরিষ্কার করবেন এই ভেবে? চলুন মুশকিল আসান করি ঘরোয়া উপায়ে। রান্নাঘরে রোজকার ব্যবহৃত জিনিসপত্র দিয়ে এক্সহস্ট ফ্যান পরিষ্কার করা সম্ভব। প্রথমেই জেনে নেওয়া যাক এক্সহস্ট ফ্যান পরিষ্কার করতে কোন কোন জিনিস কাজে লাগাতে পারেন। […] The post Lifestyle | তেল চিটচিটে এক্সহস্ট ফ্যান? রোজকার ব্যবহৃত জিনিসে করে তুলুন ঝাঁ-চকচকে appeared first on Uttarbanga Sambad .
SIR: অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলবারেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
আগামিকাল থেকেই ওয়েবসাইটে নিজেদের নাম দেখতে পারবেন ভোটাররা। এখনও নৌ ম্যাপিংয়ের তালিকায় ৩০ লক্ষ ভোটার। ২০০২ এর তালিকার সঙ্গে ৩০ লক্ষের লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি। কমিশনের সন্দেহের তালিকায় আরও ১ কোটি ৭০ লক্ষ ভোটার।
Jalpaiguri |সাজছে তিস্তা উদ্যান, থাকছে বিশেষ আকর্ষণ
অনীক চৌধুরী, জলপাইগুড়ি: রেঞ্জ অফিসার নিজে রংতুলি নিয়ে কর্মীদের সঙ্গে পার্কের বিভিন্ন অংশ সাজাতে ব্যস্ত (Jalpaiguri)। নতুন ফুলের গাছ হোক কিংবা ডাইনোসর – সব যাতে একদম ঝাঁ চকচকে দেখতে লাগে সেদিকে তীক্ষ্ণ নজর তাঁর। সামনেই বড়দিন এবং ইংরেজি নববর্ষ। তাই নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে তিস্তা উদ্যানকে। কারণ, এই সময়টাতেই তিস্তা উদ্যানে মানুষের ঢল নামে। শুধু […] The post Jalpaiguri | সাজছে তিস্তা উদ্যান, থাকছে বিশেষ আকর্ষণ appeared first on Uttarbanga Sambad .
Mainaguri |চাকরি না পেয়ে মন মাশরুম চাষে
অভিরূপ দে, ময়নাগুড়ি: স্নাতক হবার পর বহু চেষ্টা করেও চাকরি জোটাতে পারেননি। নিজেকে প্রতিষ্ঠিত করতে চাকরির বিকল্প হিসাবে মাশরুম চাষ শুরু করেন ময়নাগুড়ি (Mainaguri) ঝাঝাঙ্গি এলাকার অজিত বৈদ্য। রাতারাতি তিনি সাফল্য পান। এখন অজিতকে দেখে মাশরুম চাষে আগ্রহ বাড়ছে এলাকার বেকার তরুণদের মধ্যে। অজিতের হাত ধরে প্রায় ২০ জন তরুণ ইতিমধ্যেই মাশরুম চাষ শুরু করেছেন। […] The post Mainaguri | চাকরি না পেয়ে মন মাশরুম চাষে appeared first on Uttarbanga Sambad .
Recipe |নিরামিষের দিনে কী রাঁধবেন? ভেবেছেন? বেগুন দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কোরমা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আপনারাও পরিবার কি মঙ্গলবার নিরামিষ খান? কি পদ পাতে দিলে নিরামিষের দিনও গোটা পরিবারের মুখে হাসি ফুটবে, তা ভেবে চিন্তায় থাকেন? চিন্তা করে লাভ নেই। তার চেয়ে চলুন, রান্না শুরু করি। মা-ঠাকুমার রান্নার রেসিপি থেকে নেওয়া ফর্মুলা। শুধু সব দেখে শুনে রেঁধে নিয়ে পাতে দিলেই সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। […] The post Recipe | নিরামিষের দিনে কী রাঁধবেন? ভেবেছেন? বেগুন দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কোরমা appeared first on Uttarbanga Sambad .
একই গাড়ি একাধিক ব্যক্তিকে বিক্রি করে টাকা আত্মসাৎ! বনগাঁয় গ্রেপ্তার মহিলা
এর পিছনে বড়সড় কাজ করছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
Balurghat |সৃষ্টিশ্রীতে কুশমণ্ডির মুখার চাহিদা
পঙ্কজ মহন্ত, বালুরঘাট: বালুরঘাটের (Balurghat) সৃষ্টিশ্রীমেলায় ঢুকলেই চোখে পড়ছে নান্দনিক মুখার সারি। দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের মহিষবাথান এলাকার জিআই ট্যাগপ্রাপ্ত মুখা এবার মেলার অন্যতম আকর্ষণ। গ্রামবাংলার লোকশিল্প ও সংস্কৃতির এই অনন্য নিদর্শন কিনতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পপ্রেমীরা। মূলত বাঁশ ও কাঠ দিয়ে তৈরি এই মুখাগুলির জোড়া বিকোচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। […] The post Balurghat | সৃষ্টিশ্রীতে কুশমণ্ডির মুখার চাহিদা appeared first on Uttarbanga Sambad .
Honey Production |রেকর্ড মধু উৎপাদনের আশা গৌড়বঙ্গে, জোরকদমে প্রস্তুতি মৌমাছিপালকদের
সিদ্ধার্থশংকর সরকার, পুরাতন মালদা: গৌড়বঙ্গ অঞ্চলে এই বছর মধু উৎপাদনের ক্ষেত্রে রেকর্ড গড়ার সম্ভাবনা দেখা দিয়েছে (Honey Production)। আবহাওয়া অনুকূলে থাকায় মধুচাষিরা জোরকদমে উৎপাদন প্রস্তুতি শুরু করে দিয়েছেন। পুরাতন মালদা বি কিপিং অ্যান্ড হানি প্রসেসিং ক্লাস্টার ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটির কর্মকর্তারা আশা করছেন, গত বছরের তুলনায় এবার উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে। সোসাইটির সূত্রে জানা গিয়েছে, গত বছর […] The post Honey Production | রেকর্ড মধু উৎপাদনের আশা গৌড়বঙ্গে, জোরকদমে প্রস্তুতি মৌমাছিপালকদের appeared first on Uttarbanga Sambad .
Prashant Kishor: গোপনে আলাপ সারলেন প্রশান্ত-প্রিয়ঙ্কা, আবার ফিরে যেতে চাইছেন আট বছর আগে?
Prashant Kishor-Priyanka Gandhi Meeting: উত্তর প্রদেশ পিকে তথা কংগ্রেসের হার নিয়ে নিয়ে দু'টি কারণ তুলে ধরেছিলেন পিকে। প্রথম, বারংবার তাঁর আর্জি সত্ত্বেও প্রিয়ঙ্কাকে টিকিট না দেওয়া। দ্বিতীয়, তাঁর কথা কর্ণপাত না করা। এরপর কেটে গিয়েছে কত বছর। গঙ্গা-যমুনা হয়ে বয়ে গিয়েছে কত জল। ভোটকুশলী পিকে এখন রাজনীতিক। দল খুলেছেন।
Mid-Day Meal |ডিমের মূল্যবৃদ্ধিতে সংকট মিড-ডে মিলে
বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলায় মিড-ডে মিল (Mid-Day Meal) ব্যবস্থা বর্তমানে গভীর সংকটে। ডিমের মূল্যবৃদ্ধি ও দীর্ঘদিনের বকেয়া— এই দ্বিমুখী সমস্যায় বিপাকে পড়েছেন পতিরাম, কুমারগঞ্জ সহ গোটা জেলার প্রাথমিক শিক্ষকরা। একই সমস্যায় অঙ্গনওয়াড়ির কর্মীরাও। ফলে নিয়ম মেনে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা কঠিন হয়ে উঠছে। সম্প্রতি ডিমের দাম বেড়ে ৮ থেকে সাড়ে ৮ টাকায় পৌঁছেছে। […] The post Mid-Day Meal | ডিমের মূল্যবৃদ্ধিতে সংকট মিড-ডে মিলে appeared first on Uttarbanga Sambad .
হাসি নয়, ভূমিষ্ঠ হয়েই কাঁদে শিশু, নবজাতকের কান্নার নেপথ্যে লুকিয়ে কোন বিজ্ঞান?
শিশুর মস্তিষ্ক বিকাশের উপরই নির্ভর করে সব আবেগের বহিঃপ্রকাশ।
IPL 2026 Auction: ২০২৬ আইপিএল নিলামের প্রস্তুতি আপাতত জোরকদমে চলছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে বিশ্বজুড়ে বেশ কয়েকজন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। তবে তালিকায় একাধিক ক্রিকেটার আনসোল্ড রয়ে যাবেন। ইতিমধ্যে ভারতের একজন ক্রিকেটার আচমকা অকশন লিস্টে এন্ট্রি নিয়েছেন। যদিও এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ তিনি পাননি। Manoj Tiwary on Abhimanyu Easwaran: 'ছেলেটার উপর অন্যায় হচ্ছে...', অভিমন্যু ইস্যুতে ভারতীয় দল নির্বাচনকে ধুয়ে দিলেন মনোজ এখনও পর্যন্ত ভারতের হয়ে ডেবিউ করেননি অভিমন্যু ঈশ্বরণ গত কয়েকমাস ধরেই ভারতীয় ক্রিকেট দল লাগাতার টেস্ট সিরিজ খেলছিল। অধিনায়ক রোহিত শর্মা অবসর গ্রহণ করলেও, ভারতীয় ক্রিকেট স্কোয়াডে সুযোগ পাননি অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। যদিও তিনি গত কয়েকবছর ধরে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গেই ঘুরছেন। কিন্তু, কখনও প্রথম একাদশে সুযোগ পাননি। এবার আইপিএল নিলামে তাঁকে দেখতে পাওয়া যাবে। Abhimanyu Easwaran: ৩ বছর ধরে রিজার্ভ বেঞ্চে বাংলার অভিমন্যু, ছেলের অভিষেক না হওয়ায় গম্ভীরকে নিশানা বাবার আচমকা যোগ করা হল অভিমন্যুর নাম মজার ব্যাপার হল, আইপিএল নিলামের জন্য অভিমন্য়ু ঈশ্বরণ আগেই নিজের নাম নথিভূক্ত করেছিলেন। কিন্তু, বিসিসিআই যখন ক্রিকেটারদের নাম ঝাড়াই-বাছাই করে, সেইসময় আচমকা তাঁর নাম তালিকা থেকে বাদ পড়ে যায়। সেকারণে তিনি বেশ খানিকটা হতাশ হয়ে পড়েছিলেন। তবে এবার নিলামের সময় কাছাকাছি আসতেই অভিমন্যুর নাম ফের একবার এই তালিকায় যুক্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে নিলাম অনুষ্ঠানে কোনও ফ্র্যাঞ্চাইজ়ি তাঁর প্রতি আগ্রহ দেখায় কি না, সেটাই আপাতত বিচার্য বিষয়। Abhimanyu Easwaran: টিম ইন্ডিয়ায় শিষ্যের সিলেকশনে বুক চওড়া গুরুর! কী বললেন তরুণ তারকার কোচ? টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত অভিমন্যুর রেকর্ড ভারতীয় ক্রিকেট দলের হয়ে এখনও পর্যন্ত অভিষেক করতে না পারলেও অভিমন্যু ঈশ্বরণের টি-২০ রেকর্ড কিন্তু যথেষ্টই ভাল। এখনও পর্যন্ত তিনি ৪০ টি-২০ ম্য়াচে মোট ১,২৪২ রান করেছেন। ইতিমধ্যে তিনি জোড়া শতরানের পাশাপাশি ৬ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। টি-২০ ক্রিকেটে অভিমন্যুর ব্যাটিং গড় ৩৮.৮১ এবং ১৩২.৯৭ স্ট্রাইক রেটে ব্যাট করেন। এখনও পর্যন্ত আইপিএল টুর্নামেন্ট খেলেননি অভিমন্যু ঈশ্বরণ। মঙ্গলবার যদি কোনও ফ্র্যাঞ্চাইজ়ি তাঁর প্রতি আগ্রহ প্রকাশ করে, তাহলে এই প্রথমবার তিনি আইপিএল টুর্নামেন্ট খেলতে নামবেন। বর্তমানে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট খেলছেন অভিমন্যু। এই টুর্নামেন্টে তিনি ব্যাট হাতে বেশ কয়েকটা নজরকাড়া ইনিংস খেলেছেন। এরপরই আচমকা তাঁর নাম লিস্টে যোগ করা হয়।
Mamata Banerjee: হাতে আর ১ মাস…, গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
নবান্ন সূত্রে খবর, সংশ্লিষ্ট বৈঠকেরাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্ত্তী, ডিজি রাজীব কুমার, বিভিন্ন দফতরের মন্ত্রী সহ সংশ্লিষ্ট দফতরের প্রধান সচিবরা উপস্থিত থাকবেন।এছাড়া রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম-সহ একাধিক সংগঠনের মহারাজরা বৈঠকে উপস্থিত থাকবেন। বিশেষকরে বৈঠকে জনস্বাস্থ্য, সুন্দরবন উন্নয়ন, পূর্ত, পরিবহন, বিদ্যুৎ, খাদ্য, দমকল, পরিবেশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের পদাধিকারীরা উপস্থিত থাকবেন।
Lionel Messi: মেসির ৮ হাজার ১০০ কোটির বিমা, প্রিমিয়াম কত জানেন?
LM10 Insurance Premium: গত ১৩ ডিসেম্বর ভারতে আসেন লিওনেল মেসি। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে ৩ দিন ভারতে থাকলেও ভারতে মেসি কোনও ম্যাচ কেন খেলবেন না? তাতে জানা গিয়েছে মেসির ৯০০ মিলিয়ন ডলার বা প্রায় ৮ হাজার ১০০ কোটি টাকার বিমা রয়েছে। আর সেই বিমা সংস্থার শর্ত বলছে একমাত্র ক্লাব বা জাতীয় দলের হয়ে খেললেই নাকি সেই বিমার অর্থ পাবেন মেসি। নাহলে নয়।
মেসিকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমন্ত্রণ জয় শাহের, হাতে তুলে দিলেন টিম ইন্ডিয়ার জার্সিও
কোন ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানানো হল মেসিকে?
Weekly Love Horoscope: এই সপ্তাহে কোন রাশির প্রেমে আসছে সুখ, কোথায় বাড়বে দূরত্ব?
Weekly Love Horoscope: ডিসেম্বরের মাঝামাঝি সময় মানেই অনেকের জীবনে আবেগের ওঠানামা, সম্পর্কের নতুন সমীকরণ এবং পুরোনো ভুল বোঝাবুঝির অবসান। ১৫ থেকে ২১ ডিসেম্বর, ২০২৫-এর এই সপ্তাহটি প্রেম ও দাম্পত্য জীবনে বিভিন্ন রাশির জাতকদের জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে। কারও জীবনে আসবে গভীর ভালোবাসার মুহূর্ত, আবার কারও ক্ষেত্রে প্রয়োজন হবে ধৈর্য এবং সংযমের। মেষ মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি আত্মসংযমের পরীক্ষা হতে পারে। সঙ্গীর সঙ্গে রাগ বা প্রতিশোধের মনোভাব সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। তাই এই সময় শান্ত থেকে নিজের অনুভূতি খোলাখুলি জানানোই সবচেয়ে ভালো পথ। বিবাহিত জীবনে স্থিতিশীলতার খোঁজে থাকলেও তা না পেলে রাগ হতে পারে, যা এড়ানো জরুরি। আরও পড়ুন- এই সপ্তাহে কোন রাশির জীবনে ঘটতে চলেছে কী পরিবর্তন? দেখে নিন সাপ্তাহিক রাশিফল! বৃষ বৃষ রাশির জাতকদের প্রেমজীবন মোটের ওপর স্বাভাবিক থাকবে। সঙ্গীর প্রত্যাশা কিছুটা বেশি হওয়ায় মানসিক চাপ তৈরি হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। বিবাহিতদের ক্ষেত্রে বোঝা দরকার যে সম্পর্ক মানে শুধু একসঙ্গে থাকা নয়, বরং সময় দেওয়া এবং পারস্পরিক সমর্থন। আরও পড়ুন- নেতৃত্বে পটু, দলের মাথা হলে কাজ বাজিমাত, এই ৪ তারিখে জন্মানো মেয়েরাই জন্মগত ক্যাপ্টেন মিথুন মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত রোমান্টিক হতে চলেছে। সঙ্গীর কাছ থেকে সম্মান ও ভালোবাসার প্রকাশ মন ভরিয়ে দেবে। যাঁরা মনে করেন বিবাহ মানেই আপস, তাঁদের ধারণা বদলাতে পারে। সম্পর্কের গভীরতা নতুনভাবে অনুভব করবেন। আরও পড়ুন- সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, আজ কার ভাগ্যে উন্নতি আর কার বাড়বে সতর্কতা কর্কট কর্কট রাশির জাতকদের কর্মচাপ মানসিক ক্লান্তি বাড়াতে পারে। এই চাপ থেকে মুক্তি পেতে সঙ্গীর সান্নিধ্য খুঁজবেন। জীবনসঙ্গী এই সপ্তাহে বেশি সময় দিতে চাইবেন, তাই কাজের ফাঁকে তাঁদের জন্য সময় বের করা জরুরি। একসঙ্গে বাইরে ঘোরার পরিকল্পনা সম্পর্ককে আরও মজবুত করবে। আরও পড়ুন- মস্তিষ্কের সঙ্গে প্রতিদিনের এই কাজের অপ্রত্যাশিত যোগ, জানলে অবাক হবেন! সিংহ সিংহ রাশির জাতকদের আবেগে হঠাৎ পরিবর্তন অস্থিরতা তৈরি করতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হলে পারিবারিক জীবনে দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। দায়িত্বের চাপে সঙ্গীকে সময় দিতে না পারলে সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। কন্যা কন্যা রাশির জাতকদের ব্যক্তিগত সম্পর্কের কথা সবাইকে বলার প্রবণতা এই সপ্তাহে সমস্যা তৈরি করতে পারে। ভুল পরামর্শ সম্পর্কের ক্ষতি করতে পারে। পাশাপাশি, জীবনসঙ্গীর বিশেষ দিন ভুলে গেলে সাময়িক মনোমালিন্য হলেও শেষ পর্যন্ত তা উপহার ও যত্নে মিটে যাবে। তুলা তুলা রাশির জাতকদের মেজাজের ওঠানামা এই সপ্তাহে সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। কথা বলার সময় সতর্ক না হলে ভুল বোঝাবুঝি বাড়বে। অপরিচিত মানুষের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা সঙ্গীর মনে সন্দেহ তৈরি করতে পারে। বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতকদের সঙ্গীর আচরণ নিয়ে সন্দেহ বা কষ্ট তৈরি হতে পারে। তবে নীরবে কষ্ট না পেয়ে সরাসরি কথা বলাই সবচেয়ে ভালো। এই সপ্তাহে ছোট উপহার বা চমক সম্পর্ককে নতুন প্রাণ দিতে পারে। ধনু ধনু রাশির জাতকদের প্রেম ও রোমান্স এই সপ্তাহে আনন্দ দেবে। পুরনো বিরোধ মিটে গিয়ে সম্পর্ক আরও দৃঢ় হবে। জীবনসঙ্গীর কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলে সম্পর্ক আরও মধুর হবে। মকর মকর রাশির জাতকদের মিষ্টি ব্যবহার ও কথাবার্তা সঙ্গীকে আকর্ষণ করবে। গ্রহের অবস্থান অনুকূল থাকায় সম্পর্কের উন্নতি হবে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে এবং সেখানে সময় কাটানোর সুযোগ আসতে পারে। কুম্ভ কুম্ভ রাশির জাতকদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন মানসিক ক্লান্তি বাড়াতে পারে। সম্পর্ক মেরামতের জন্য ভ্রমণের পরিকল্পনা করা হলেও হঠাৎ রাগ সেই আনন্দে বাধা দিতে পারে। মীন রাশির জাতকদের প্রেমজীবনে বড় সিদ্ধান্ত আসতে পারে। শান্তভাবে পরিস্থিতি বিচার করাই শ্রেয়। জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না এবং শেষ পর্যন্ত ভালোবাসাই জয়ী হবে। সব মিলিয়ে, এই সপ্তাহে সম্পর্কের ক্ষেত্রে আবেগের পাশাপাশি বোঝাপড়া ও ধৈর্যই হবে সবচেয়ে বড় শক্তি।
৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর’, কলার উঁচিয়ে রণবীর সিংয়ের হুঙ্কার, ‘সময়ই ঘোরাল ভাগ্যচক্র’
নিন্দুক, সমালোচকদের জবাব ছুঁড়ে কী বললেন অভিনেতা?
হাদির উপরে হামলা থেকে শিক্ষা প্রশাসনের! বাংলাদেশে বাড়ছে প্রার্থীদের নিরাপত্তা
'হাদির উপর হামলার প্রভাব পড়বে না নির্বাচনে', দাবি কমিশনের।
ভারতীয় মৎস্যজীবীদের উপর বাংলাদেশি নৌবাহিনীর হামলা, নিখোঁজ কাকদ্বীপের ৫ ধীবর
নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে গভীর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
Aadhaar Card Misuse: আপনার আধার দিয়ে কেউ দু’নম্বরি করছে না তো? কীভাবে ধরবেন!
Unique Identification Authority of India: ১২ ডিজিটের আধার নম্বরের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার সব ব্যক্তিগত তথ্য ও বায়োমেট্রিক ডিটেলস। আপনার আধার কার্ড যদি ভুল হাতে যায়, তাহলে আপনি আর্থিক জালিয়াতির শিকার হতে পারেন। এমনকি, আটকে যেতে পারে আপনার সরকারি সুবিধাও।
Messi-Kolkata: টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন…
Lionel Messi: কলকাতায় যুবভারতী স্টেডিয়ামে যেভাবে মেসিকে মাঠ ছেড়ে চলে যেতে র হয়েছে, তাতে ক্ষুব্ধ দর্শকেরা। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছেন, আয়োজকদের উচিৎ টিকিট ফেরত দেওয়া, কারণ অনুষ্ঠান পুরোপুরি হয়নি। সেই পর্ব শুরু হয়নি এখনও।
Patanjali: স্বাক্ষর হল ৩৩টি সমঝোতা পত্র, পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক
Patanjali News: এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেব এবং আচার্য বালকৃষ্ণ। এদিন রামদেব বলেন, 'জ্ঞান ভারতম মিশন সম্মেলনে আমরা মোট ৩৩টি সমঝোতা পত্র স্বাক্ষর করেছি। যার মধ্যে ২০টি প্রতিষ্ঠানকে ক্লাস্টার সেন্টারের খেতাব দেওয়া হয়েছে। এর মধ্য়ে আবার ৮টি বিশ্ববিদ্যালয় এবং পতঞ্জলি বিশ্ববিদ্য়ালয় রয়েছে।'
Aadhaar Card, Foreigner: বিদেশিদেরও আধার কার্ড হয়, তার মেয়াদ নাকি ১০ বছর!
Unique Identification Authority of India: ওসিআই কার্ডধারীদের জন্য আধার কার্ডের নিয়মে একটা বড় স্পষ্টতা এসেছে। কিন্তু প্রশ্ন একটাই, ওসিআই কার্ডধারীরা কি সারা জীবনের জন্যই আধার কার্ড পাবেন? এর উত্তর হল, না। আধার আইন বলছে, একটা নির্দিষ্ট সময়ের জন্যই এই আধার কার্ড তৈরি করা যায়।
ভারতের ‘সুদর্শন চক্রে’সিঁধ কেটেছে চিন! S-400 নিয়ে দিল্লিকে সতর্ক করল ব্রিটিশ সংস্থা
রশিয়ার চিন নির্ভরতা ভারতের জন্য বিপদের কারণ বলে মনে করা হচ্ছে।
Kalna: ৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথার চুল ছিঁড়ছেন লোকজন
Purba Bardhaman: সরকারি ভাবে ২০২৫ ভোটার তালিকায় এমন আজব বয়সের বাবা ছেলে। এমন বিস্ময়কর পিতা পুত্রের বয়সের গিরমিল সামনে আসতেই শোরগোল। নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। এই ঘটনায় কাটোয়ার মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। মঙ্গলকোটের শীতলগ্রামের ঘটনা।
ভরা মঞ্চে মিমিকে স্বার্থপর বললেন পরমব্রত, কেন?
গত দুবছরের মতো এবছরেও অনুষ্ঠান সঞ্চালনা করার সময় অনুষ্ঠানকে জমিয়ে দেওয়ার জন্য নানারকম রসিকতা করছিলেন পরম ও আবির। একের পর এক অ্যাওয়ার্ড ঘোষণা করার মাঝে মাঝেই এই রসিকতা জমিয়ে দিয়েছিল অনুষ্ঠান সন্ধ্যা। তবে এই ঘটনা ঘটে, ঘরের বায়োস্কোপে ওয়েব সিরিজে সেরা নারী চরিত্রে বিজয়ীর নাম ঘোষণার পরই।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন অযোধ্যায় রামজন্মভূমি আন্দোলনের (Ram Janmabhoomi movement) অন্যতম স্তম্ভ তথা অযোধ্যার প্রাক্তন বিজেপি সাংসদ রামবিলাস বেদান্তি (Ram Vilas Vedanti)। সোমবার মধ্যপ্রদেশের রেওয়াতে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। রামবিলাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, রামকথা অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি […] The post Ram Vilas Vedanti | রামজন্মভূমি আন্দোলনের অন্যতম স্তম্ভ রামবিলাস বেদান্তি প্রয়াত, শোকপ্রকাশ আদিত্যনাথের appeared first on Uttarbanga Sambad .
Kunal Ghosh |মনরেগা প্রকল্পের নাম বদল! বিরোধীদের তোপে কেন্দ্র, ফুঁসে উঠলেন কুণাল
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মনরেগা প্রকল্প (MGNREGA) থেকে মহাত্মা গান্ধির নাম তুলে ‘পূজ্য বাপু’ করার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু সোমবার সকালে দেখা গেল ‘পূজ্য বাপু’ এই শব্দটিও বাদ দিয়ে লেখা হবে বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা ওরফে ‘ভিবি জিরামজি বিল ২০২৫।’ এ নিয়েই ফুঁসে উঠেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ‘মহাত্মা […] The post Kunal Ghosh | মনরেগা প্রকল্পের নাম বদল! বিরোধীদের তোপে কেন্দ্র, ফুঁসে উঠলেন কুণাল appeared first on Uttarbanga Sambad .
কেরলে টার্গেট ১০! পুরভোটে জয় পেতেই দাক্ষিণাত্যে স্বপ্ন দেখা শুরু বিজেপির
বিধানসভা নির্বাচনে অন্তত ১০ আসন জয়ের স্বপ্ন দেখছে বিজেপি।
ঠান্ডা যুদ্ধের সেই রুশ ‘বাজার’বেজেই চলেছে, ভেসে আসছে নানা শব্দ! পরমাণু হামলার ইঙ্গিত?
ঠান্ডা লড়াইয়ের সময় এই রেডিও স্টেশনকে কাজে লাগিয়ে শত্রুপক্ষের গতিবিধির খবর দেওয়া-নেওয়া করত সোভিয়েত ইউনিয়ন।
Salt Lake Stadium chaos: মেসি সফরে চরম বিশৃঙ্খলা যুবভারতীতে, উসকে দিল একাংশের বাংলাদেশির উচ্ছৃঙ্খলতা
Messi Kolkata Chaos: বাংলাদেশে এমনই দৃশ্য দেখা গিয়েছিল ৫ অগাস্ট ২০২৪। বঙ্গ ভবন থেকে লুঠপাটের জিনিস মাথায় করে, হাতে নিয়ে যেতে দেখা গিয়েছিল। লুঠের মধ্যে ছিল বাড়ির আসবাব থেকে পোষাক-পরিচ্ছদ, নিত্যুপ্রয়োজনীয় জিনিস থেকে ফুলের টবও। শেষমেশ দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সল্টলেকে বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসিকে দর্শন করতে না পেরে এমনি দৃশ্যের সাক্ষী থেকেছে সল্টলেকের যুবভারতী। ভাইরাল ভিডিওতে যা প্রত্যক্ষ করেছে আপামর বিশ্ববাসী। মেসিকে দেখার জন্য় পাশের ত্রিপুরা, অসম, সিকিম থেকেও এসেছিল ফ্যানেরা। অনেকেই আবার ব্ল্যাকেই টিকিট কেটেছিলেন একবার অন্তত মেসিদর্শন করবেন সেই আশায়। সেই আশায় জল ঢেলে দেয় খোদ আয়োজকের অপরিনাম দর্শিতা। মেসি মাঠে থাকলেও তাঁর মুখদর্শন করতে পারনেননি স্টেডিয়ামে হাজির হাজার হাজার ভক্ত। কেউ জমানো টাকায়, কেউ আবার বেরাতে যাওয়ার টাকা খরচ না করে এসেছিলেন ফুটবলের রাজপুত্রকে একবার চোখের দেখা দেখতে। আরও পড়ুন- Salt Lake Stadium chaos: অরূপ বিশ্বাস কীভাবে লিওনেল মেসির কোমরে হাত দিলেন? প্রশ্ন এনএসজি-র প্রাক্তন ডেপুটি কমান্ড্যান্টের এই দেখা না পেয়ে ধৈর্যের বাঁধ ভাঙে দর্শকদের। প্রথমে জলের বোতল ছোড়া দিয়ে শুরু হয়। তারপর স্টেডিয়ামের তেয়ার ভাঙচুর চলে অবাধে। তবে এখানেই থামেননি দর্শকরা। কেউ মাঠে পাতা ম্যাট কাঁধে করে বাড়ি নিয়ে গিয়েছেন। অসম থেকে আসা মেসিভক্ত তো ভাঙা চেয়ার নিয়ে স্টেডিয়াম ছেড়েছেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ফুলের টব দুহাতে নিয়ে চলেছেন এক মেসি ফ্যান। তিনি তো বলছেন ওই টবদুটো তিনি তাঁর স্ত্রীকে গিফট হিসাবেব দেবেন। আরও পড়ুন- West Bengal news live Updates: রক্তাক্ত প্রতিশোধ! ভাইকে খুনের বদলা নিতে অভিযুক্তকে কুপিয়ে খুন দাদা মেসি-ভক্তদের কিয়দংশের এই লুটপাট করে বাড়িতে নিয়ে যাওয়ার দৃশ্যকে অনেকেই বাংলাদেশের ঘটনার সঙ্গে তুলনা করছেন। ক্ষিপ্ত মেসি-ফ্যানেরা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তাক করে জলের বোতলও ছুঁড়়েছে। প্রায় পালিয়ে রক্ষা পেয়েছেন মন্ত্রী। অভিযোগ, ২০টাকার জলের বোতল মাঠে বিক্রি হয়েছে ২০০টাকায়। স্টেডিয়ামে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ক্ষিপ্ত দর্শকরা। কিন্তু যেভাবে টব থেকে ম্যাট লুঠ করে বাড়ি নিয়ে গিয়েছে দর্শকরা তা উদাহরণ হিসাবে থেকে গেল ভবিষ্যতের জন্য রয়ে গেল বড়সড় আশঙ্কা! আরও পড়ুন- মেসির সঙ্গে ছবি শুভশ্রীর, তারপরই ঝড় সোশ্যাল মিডিয়ায়, ট্রোল আর কুৎসার বিরুদ্ধে থানায় রাজ আগামী দিনে কোনও নামী তারকাকে বাংলায় আনার সাহস দেখাবেন অর্গানাইজাররা? আন্তার্জাতিকস্তরের কোনও তারকারাও ভবিষ্যতে বাংলায় আসার জন্য উৎসাহিত হবেন? গত শনিবারের যুবভারতীর কলঙ্কজনক ঘটনা এই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলে দিল।
Messi Tour Kolkata: বোর্ডে তো নিষেধাজ্ঞা স্পষ্ট, কীভাবে বোতল ছোড়া হল মাঠে…
Yuva Bharati Stadium: যুবভারতী-কাণ্ডের জল গড়িয়েছে আদালতে। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে পরপর তিনটি জনস্বার্থ মামলা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। মঙ্গলবারই এই মামলার শুনানি। আইনজীবী বিল্বদল ভট্টাচাৰ্য মামলার জন্য আবেদন করেন।
Sohel Khan: হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিতর্কে সোহেল খান, প্রকাশ্যে যা করলেন অভিনেতা
সলমন খানের ভাই, অভিনেতা ও প্রযোজক সোহেল খান সম্প্রতি বান্দ্রার রাস্তায়, হেলমেট ছাড়া বাইক চালানোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, শিরোনামে উঠে এসেছেন। ট্র্যাফিক নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। বিষয়টি নিয়ে চুপ না থেকে সোহেল নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং ভুল স্বীকার করেন। সোহেল খান তার পোস্টে হেলমেট ছাড়া বাইক চালানোর একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন, তিনি সকল বাইক আরোহীদের অনুরোধ করছেন, যেন সবাই অবশ্যই হেলমেট পরেন। তিনি স্পষ্টভাবে জানান, হেলমেট না পরার জন্য কোনও অজুহাত নেই এবং এটি তাঁর ব্যক্তিগত দুর্বলতা হলেও, তা কখনওই নিয়ম ভাঙার বৈধ কারণ হতে পারে না। সোহেল জানান, ছোটবেলা থেকেই বাইক চালানো তাঁর নেশা। BMX সাইকেল চালানোর মাধ্যমেই এই ভালোবাসার শুরু, যা পরবর্তীতে বাইকের প্রতি গভীর আগ্রহে পরিণত হয়েছে। Messi-Sunil in Mumbai: মেসি–সুনীল একই মঞ্চে মুম্বইয়ে, কলকাতায় কেন নয়? প্রশ্ন তুললেন রাহুল দেব বসু হেলমেট না পরার কারণ হিসেবে তিনি জানান, তাঁর ক্লাস্ট্রোফোবিয়ার সমস্যা রয়েছে, যার ফলে হেলমেট পরতে অস্বস্তি হয়। তবে তিনি এটাও স্বীকার করেন যে, এই সমস্যার জন্য তিনি কোনওভাবেই নিরাপত্তা বিধি, উপেক্ষা করতে পারেন না। সোহেল বলেন, সাধারণত তিনি গভীর রাতে বাইক চালান, যখন রাস্তায় যানজট কম থাকে। সে সময় তিনি খুব ধীর গতিতে বাইক চালান এবং তাঁর নিরাপত্তার জন্য একটি গাড়ি পেছনে অনুসরণ করে। তবুও, তিনি মানেন যে দুর্ঘটনার ঝুঁকি কখনও পুরোপুরি এড়ানো যায় না। পোস্টে তিনি আশ্বাস দেন যে, নিজের ক্লাস্ট্রোফোবিয়া কাটিয়ে ওঠার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন এবং ভবিষ্যতে নিয়ম মেনে হেলমেট পরেই বাইক চালাবেন। পাশাপাশি তিনি ট্র্যাফিক কর্তৃপক্ষের কাছে প্রকাশ্যে ক্ষমা চান এবং জানান, এখন থেকে সমস্ত ট্র্যাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলবেন। তিনি আরও লেখেন, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অস্বস্তি মেনে নিয়েও, যারা নিয়ম মেনে হেলমেট পরেন, তাঁদের তিনি স্যালুট জানান। শেষে তিনি লেখেন, দুঃখিত হওয়ার চেয়ে নিরাপদ থাকা অনেক ভালো। আমি সত্যিই দুঃখিত। Dev-Messi chaos Kolkata: কলকাতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত? মেসি কাণ্ডে উদ্বেগ প্রকাশ দেবের উল্লেখ্য, ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, হেলমেট ছাড়া বাইক চালানোর সময় এক পথচারী সোহেল খানকে রেকর্ড করার চেষ্টা করেন, যার জেরে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সোহেল সেই ব্যক্তিকে ভিডিও বন্ধ করতে বলেন। এই ঘটনাই মূলত বিতর্কের সূত্রপাত করে। কাজের দিক থেকে, সোহেল খানকে শেষ দেখা গিয়েছিল ২০২৫ সালের তেলুগু ছবি ‘অর্জুন: সন অফ বৈজয়ন্তী’-তে।
WB University Bill: আচার্য হতে পারবেন না মুখ্যমন্ত্রী, রাজ্যের বিলে সই করলেন না রাষ্ট্রপতি
Mamata Banerjee: একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২২-ও রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা হয়। ওই বিলেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের আমির-ই-জামিয়া (চ্যান্সেলর) পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগের প্রস্তাব ছিল। তবে রাষ্ট্রপতি সেই বিলে সই করেননি।
SIR: ‘ডাউটফুল!’ মতুয়া প্রভাবিত এলাকায় প্রায় দেড় লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা, কোন কোন কারণে?
SIR In WB: মতুয়া প্রভাবিত বনগাঁ মহকুমার ৪ বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ৩৪ হাজারের বেশি গোটা ভোটারকে এসআইআর-এর শুনানিতে ডাকা হবে বলে কমিশন সূত্রে খবর। আতঙ্কিত মতুয়া সমাজ। উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব রয়েছে। আর এই চার বিধানসভা কেন্দ্রে এসআইআর-এ ১ লক্ষ ৩৪ হাজারের বেশি ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর ।
শিলিগুড়ির আকাশ কাঁপিয়ে উড়ল রাফালে যুদ্ধবিমান, ‘চিকেনস নেকে’র সুরক্ষায় ‘আয়রন ডোম’বানাচ্ছে ভারত!
কয়েক মিনিটের ব্যবধানে উড়ে যায় একের পর এক রাফাল।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসির কলকাতা সফর (Messi in Kolkata) নিয়ে তুমুল তর্জা গোটা বাংলায়। এই বিপর্যয়ের জন্য কে দায়ী? তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এরই মাঝে আলাদাভাবে নজর কেড়েছে মেসির পাশে শুভশ্রীর (Subhasree Ganguly) ছবি তোলা। যা নিয়ে তীব্র কটাক্ষের শিকার ‘লেডি সুপারস্টার।’ এই পরিস্থিতিতে স্ত্রীর পাশে দাঁড়িয়ে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের […] The post Raj Chakraborty | মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলে কটাক্ষের শিকার শুভশ্রী! থানায় অভিযোগ দায়ের রাজ চক্রবর্তীর appeared first on Uttarbanga Sambad .
VB-G RAM G Bill: ‘গান্ধী’ সরে ‘জিরামজি’, মনরেগার পরিবর্তে নতুন বিল আনছে কেন্দ্র
Centre on VB-G RAM G Bill: সোমবার লোকসভার কার্যসূচির অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিলকে। সাংসদদের কাছেও বিলের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঠিক কী কী রয়েছে এই নতুন বিলে? নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, ২০৪৭ সাল পর্যন্ত চলা বিকশিত ভারতের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখেই গ্রামোন্নয়নের স্বার্থে এই নতুন বিলটি তৈরি করা হয়েছে।
কাজের অজুহাতে ডেকে স্কুলের ঘরেই ছাত্রীকে নির্যাতন! গ্রেপ্তার পরিচালন সমিতির সভাপতি
ঘটনার পর থেকেই ক্ষোভ স্থানীয়দের মধ্যে।
Lionel Messi Kolkata visit: সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ‘গোট ট্যুর’ শুরু হতেই নজিরবিহীন বিশৃঙ্খলা ও ভাঙচুরের সাক্ষী থাকল কলকাতা। প্রথমে দর্শকদের উচ্ছ্বাস থাকলেও অল্প সময়ের মধ্যেই তা রূপ নেয় চরম ক্ষোভ ও ধ্বংসযজ্ঞে। স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির দিকে উড়ে আসে বোতল, খাবারের প্যাকেট। ছিঁড়ে ফেলা হয় ফাইবারের আসন, সেগুলি মাঠের মধ্যে ছুড়ে মারা হয়। ভাঙচুর করা হয় গেট, খেলোয়াড়দের টানেলের ছাদে চালানো হয় হাতুড়ির আঘাত। ছিঁড়ে ফেলা হয় পোস্টার ও হোর্ডিং। এমনকী মেসি ও মুখ্যমন্ত্রীর জন্য তৈরি দু’টি ক্যানোপি ভেঙে দেওয়া হয় এবং কয়েক জায়গায় আগুন ধরানোর চেষ্টাও চলে, পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেসি স্টেডিয়ামের শুধুমাত্র এক দিকের দর্শকদের উদ্দেশে হাত নেড়ে দ্রুত মাঠ ছেড়ে চলে যাওয়ার পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দর্শকদের একাংশের দাবি, তাঁরা বুঝতে পারেন যে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপরই শুরু হয় বোতল ও বিভিন্ন সামগ্রী ছোড়াছুড়ি। অভিযোগ, তখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার দর্শকের মধ্যে অধিকাংশ ক্ষোভে ফেটে পড়ে এবং আয়োজকরা ইতিমধ্যেই মাঠ ছেড়ে চলে যান। আরও পড়ুন- West Bengal news live Updates: রক্তাক্ত প্রতিশোধ! ভাইকে খুনের বদলা নিতে অভিযুক্তকে কুপিয়ে খুন দাদা এই ক্ষোভের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ভিআইপি হস্তক্ষেপ। অভিযোগ, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ একাধিক প্রভাবশালী ব্যক্তি নিরাপত্তা নির্দেশ উপেক্ষা করে মেসির একেবারে কাছে পৌঁছে যান। প্রায় ১০০ জন মেসির সঙ্গে সেলফি তুলতে গিয়ে তাঁকে ঘিরে ধরেন, যার ফলে স্টেডিয়ামের বাকি দর্শকরা তাঁকে স্পষ্টভাবে দেখতে পাননি। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এনএসজি-র প্রাক্তন ডেপুটি কমান্ড্যান্ট দীপাঞ্জন চক্রবর্তী। ২০১১ সালে কলকাতায় মেসির নিরাপত্তা ব্যবস্থার নকশা তৈরি করেছিলেন তিনিই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সাক্ষাৎকারে তিনি বলেন, “কেউ কীভাবে মেসির গায়ে হাত দিতে পারে? এমনকি শুনেছি কলম দিয়ে আঁচড় দেওয়া হয়েছে। এটা কীভাবে সম্ভব?” তিনি আরও কড়া মন্তব্য করে বলেন, ভিআইপি হস্তক্ষেপ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আরও পড়ুন- Lionel Messi Kolkata chaos: মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে মামলা! যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে আইনি লড়াই শুরু ২০১১ সালের অভিজ্ঞতার কথা তুলে ধরে দীপাঞ্জন চক্রবর্তী জানান, সেই সময় স্টেডিয়ামের ভিতরে তাঁর কর্তৃত্ব ছিল সম্পূর্ণ। মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রীও তাঁর পরিকল্পনায় হস্তক্ষেপ করতে পারেননি। মাঠে প্রবেশাধিকার ছিল অত্যন্ত সীমিত, শুধুমাত্র খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদেরই অনুমতি ছিল। কোনও বিক্রেতাকেও স্টেডিয়ামের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, এবারের আয়োজন পরিকল্পনা, প্রোটোকল এবং কর্তৃত্ব, তিন ক্ষেত্রেই সম্পূর্ণ ব্যর্থ। তাঁর মতে, সবচেয়ে বড় বিষয় রাজ্যের সম্মান ও মর্যাদা, যা এই ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও পড়ুন- মেসির সঙ্গে ছবি শুভশ্রীর, তারপরই ঝড় সোশ্যাল মিডিয়ায়, ট্রোল আর কুৎসার বিরুদ্ধে থানায় রাজ এদিকে, স্টেডিয়ামে কর্মরত এক মহিলা পুলিশকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী ছিল না। বহু ব্লকে মাত্র ২০ জন করে পুলিশকর্মী মোতায়েন ছিলেন, যার মধ্যে কনস্টেবলও ছিলেন না। দর্শকরা হিংস্র হয়ে উঠলে পরিস্থিতি সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। উল্লেখযোগ্যভাবে, মুম্বইয়ে মেসির অনুষ্ঠানে প্রায় ২,০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। সেই তুলনায় কলকাতায় এত বড় আন্তর্জাতিক ইভেন্টে পর্যাপ্ত নিরাপত্তা না থাকা নিয়েই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। এই ব্যর্থতার ফলেই মাঠে অনুপ্রবেশ, আসন ভাঙচুর, জাল ছেঁড়া এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঝাড়খণ্ডের তরুণীকে দিল্লিতে এনে ধর্ষণ-খুন! হাড়গোড় ভর্তি সুটকেস ধরিয়ে দিল দম্পতিকে
পরিচারিকার কাজ পাইয়ে দেওয়ার নাম করে নারকীয় নির্যাতন!
Morning Bowel Movement: আমাদের বেশিরভাগেরই জীবনের সত্যিটা হল, সকালে ঘুম থেকে উঠে মলত্যাগের চাপ অনুভব করা। অনেকের তো আবার, ঘুম থেকে ওঠার পরই দ্রুত শৌচাগারে না ছুটলে শরীরে ব্যাপক অস্বস্তি তৈরি হয়। কিন্তু, কেন এমনটা হয়? আমরা তো সারারাত কিছু খাই না। ঘুমিয়েই কাটাই। তাহলে, মলত্যাগের জন্য পেটে কেন এই অস্বস্তি তৈরি হয়, ভোরে বা সকালে ঘুম থেকে ওঠার পর? বিশেষজ্ঞরা যা জানিয়েছেন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটা আসলে শারীরবৃত্তিয় কারণের ফলে। যেখানে মানবদেহের জটিল কিন্তু, সুশৃঙ্খল ব্যবস্থা আমাদের সকালে মলত্যাগে বাধ্য করে। আসলে বিষয়টা হল, মানবদেহের হজম প্রক্রিয়া দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন গতিতে কাজ করে। রাতে যখন আমরা ঘুমিয়ে পড়ি, সেই সময় আমাদের শরীরের অধিকাংশ কাজকর্মের গতি ধীর হয়ে যায়। অন্ত্রের নড়াচড়াও কমে যায়। শরীর এই সময় বিশ্রাম পায়। অন্ত্রের এই স্বাভাবিক প্রতিক্রিয়ায় আমাদের গ্রহণ করা খাবার হজম হয়ে রাতের মধ্যেই বর্জ্যে পরিণত হয়। আর, বৃহদন্ত্রে জমা থাকে। আরও পড়ুন- কোন টুথব্রাশ দাঁতের জন্য উপকারী, ইলেকট্রিক নাকি ম্যানুয়াল? জেনে নিন কী বলছেন দাঁতের ডাক্তার ভোরের দিকে আবার শরীরের প্রাকৃতিক ঘড়ি বা জৈব ছন্দ হরমোন নিঃসরণ বাড়ায়। স্নায়ুগুলোও এই সময় সক্রিয় হয়ে ওঠে। অন্ত্রের পেশীগুলোও ধীরে সংকুচিত এবং প্রসারিত হতে শুরু করে। এর ফলেই মল আমাদের শরীরের অভ্যন্তরে থাকা বৃহদন্ত্র থেকে নীচের দিকে নামতে শুরু করে দেয়। আর, আমাদের শরীরে মলত্যাগের চাপ অনুভূত হয়। আরও পড়ুন- কোন টুথপেস্ট দাঁতের জন্য ভালো? আপনার সঠিক টুথপেস্ট কোনটি, জানুন এখানে এর পাশাপাশি, আমাদের দৈনন্দিন অভ্যাসের সঙ্গেও সকালের মলত্যাগের গভীর সম্পর্ক রয়েছে। যাঁরা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠেন অথবা সময়মতো খাবার খান কিংবা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের শরীর সেই অনুযায়ীই বা সার্কাডিয়ান রিদম অনুযায়ীই মলত্যাগের সময়সীমা বেছে নেয়। একে শরীরের প্রশিক্ষিত অভ্যাস বলা যায়। যা স্বাভাবিক হজমপ্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও পড়ুন- সর্দি সাইনাসের জের নাকি অ্যালার্জির, দুইয়ের সম্পর্কটাই বা কী? তবে সকলের কিন্তু সকালে মলত্যাগ হয়, এমনটা না। অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। তাঁদের ক্ষেত্রে এই স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। এর পিছনে পর্যাপ্ত জলের অভাব, আঁশযুক্ত খাবার না খাওয়া বা কম খাওয়া এবং অনিয়মিত জীবনযাপন আর মানসিক চাপকেই দায়ী করে থাকেন বিশেষজ্ঞরা। এই সব ব্যক্তিদের সকালে পায়খানার চাপ এলেও মলত্যাগ সহজে হয় না। যার ফলে তাঁদের শরীরে একপ্রকার অস্বস্তি তৈরি হয়। আরও পড়ুন- ৫০ পেরোলেই দরকার নিউমোনিয়ার টিকা, কেন একথা বলছেন ফুসফুস বিশেষজ্ঞরা? এই অস্বস্তি আবার শীতকালে কয়েকগুণ বেড়ে যায়। এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলেই জানিয়েছেন ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, শীতকালে অনেকেই জল কম খান। তার পাশাপাশি নড়াচড়াও কম করে। যার ফলে শরীর জবুথবু হয়ে যায়। আর, শরীরের সার্কাডিয়ান রিদম বা স্বাভাবিক ছন্দ ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়, এই সময় অর্থাৎ শীতকালে অনেকেই শাকসবজি কম খান। বদলে ভাজাপোড়া এবং আমিষ জাতীয় খাবারের দিকে ঝোঁক বেড়ে যায়। মরশুমি শাকসবজিকে উপেক্ষা করায় শরীর এই সময় প্রয়োজনীয় পুষ্টিগুণ পায় না। ফলে শরীরের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়। আর, কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে। এই সব সমস্যা কাটাতে অনেকে সকালে ঘুম থেকে উঠে একগ্লাস ঈষৎ উষ্ণ গরম জল পান করেন। হালকা শরীরচর্চা করেন। এতে তাঁদের সহজেই প্রাতঃকৃত্য করার অভ্যাস তৈরি হয়ে যায়।
4-day Work Week |সপ্তাহে মাত্র চারদিন কাজ করতে পারবেন কর্মীরা? নয়া শ্রম আইন নিয়ে ব্যাখ্যা মন্ত্রকের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার থেকে সপ্তাহে মাত্র চারদিন অফিসে কাজ করতে পারবেন কর্মীরা (4-day Work Week)। তাতেও মিলবে পুরো সপ্তাহের বেতন? ভারতে কি এমনটা সম্ভব? কর্মীদের এই প্রশ্নের উত্তর দিয়েছে কেন্দ্রীয় শ্রম এবং নিয়োগ মন্ত্রক (Ministry of Labour and Employment)। জানানো হয়েছে, সপ্তাহে মাত্র চারদিন কাজ করা সম্ভব। সেক্ষেত্রে কর্মীদের নতুন শ্রম আইন মেনে […] The post 4-day Work Week | সপ্তাহে মাত্র চারদিন কাজ করতে পারবেন কর্মীরা? নয়া শ্রম আইন নিয়ে ব্যাখ্যা মন্ত্রকের appeared first on Uttarbanga Sambad .
টলিউডের প্রথম সমকামী বিয়ে ঘিরে উত্তাল নেটপাড়া, সত্যিটা কী? নিজেই ফাঁস করলেন অভিনেত্রী
আদতেই গোপনে বিয়ে করেছেন টলিপাড়ার দুই অভিনেত্রী?
শুরুতেই উন্মাদনা বেঙ্গল সুপার লিগ নিয়ে, এবার মেয়েদের বিএসএল করতে চায় শ্রাচি স্পোর্টস
কবের মধ্যে আসবে বিএসএলের মহিলা সংস্করণ উইম্যান্স বেঙ্গল সুপার লিগ?
অস্ট্রেলিয়ায় ইহুদিদের উপর হামলায় ফুঁসে উঠলেন নেতানিয়াহু, কী বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী?
গোটা ঘটনায় তিনি কাঠগড়ায় তুলেছেন অজি প্রধানমন্ত্রীকে।
Falakata |পাট্টা নিয়ে উদ্বাস্তুরা ধন্দে
ভাস্কর শর্মা, আলিপুরদুয়ার : বিধানসভা ভোট নিয়ে চর্চা শুরু হতেই আলিপুরদুয়ারে জমির পাট্টাকে হাতিয়ার করার উদ্যোগ শুরু হয়েছে। তৃণমূল চাইছে এই ইস্যুতে খোয়া যাওয়া ভোটব্যাংক ফিরিয়ে আনতে। আর বিজেপি নাগরিকত্ব ও সিএএ ইস্যুতে তাদের ভোটব্যাংক অটুট রাখতে। আর এই টানাপোড়েনে পড়ে উদ্বাস্তু কলোনিগুলিতে আশা ও নিরাশার দোলাচল শুরু হয়েছে। আলিপুরদুয়ার জেলায় সরকার স্বীকৃত ৬৪টি উদ্বাস্তু […] The post Falakata | পাট্টা নিয়ে উদ্বাস্তুরা ধন্দে appeared first on Uttarbanga Sambad .
Hollywood |নিজের বাড়িতে সস্ত্রীক খুন হলিউড পরিচালক রব রেইনার! ঘটনার নেপথ্যে কে?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিজের বাড়িতেই খুনের অভিযোগ হলিউডের (Hollywood) নামকরা চিত্র পরিচালক রব রেইনার (Rob Reiner) ও স্ত্রী মিশেল (Michele)-কে। রবিবার গভীর রাতে লস অ্যাঞ্জেলেসের (Los Angeles) ব্রেন্টউডের বাড়ি থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রব (৭৮) এবং মিশেল (৬৮)। তাঁদের শরীরে আঘাত ছিল। পুলিশের অনুমান, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে […] The post Hollywood | নিজের বাড়িতে সস্ত্রীক খুন হলিউড পরিচালক রব রেইনার! ঘটনার নেপথ্যে কে? appeared first on Uttarbanga Sambad .
দুঃসময় কাটিয়ে আইসিসি’র বিচারে সেরা শেফালি, সাফল্যের কৃতিত্ব কাকে দিচ্ছেন বিশ্বজয়ী তারকা?
বিশ্বকাপেও অসাধারণ ফর্মে ছিলেন তিনি।
Indian Railways: ৪২ হাজারের বেশি আধুনিক কোচ ভারতীয় রেলে, আপনি চেপেছেন?
Linke Hofmann Busch Coaches in Indian Railways: চলতি অর্থ বছরের নভেম্বর পর্যন্ত প্রকাশ হওয়া তথ্য বলহে এই সময় রেল কোচ উৎপাদনে প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। এই সময়ে তৈরি হয়েছে ৪ হাজার ২২৪টির বেশি এলএইচবি কোচ। গত বছর এই একই সময়ের ব্যবধানে তৈরি হয়েছিলও ৩ হাজার ৫৯০টি কোচ।
SIR in Bengal: জঙ্গলমহলকে নিয়ে শাহের দরবারে শমীক, সঙ্গী ঝাড়খণ্ডের নেতা! দিল্লিতে কী সমীকরণ?
Samik Bhattacharya in Delhi: এই অভিযোগ নতুন নয়, পুরনো, বহু চর্চিত। তা হলে ভোটের আগে এই একটা ইস্যুকে কেন্দ্র করে কেন নয়াদিল্লিতে ছুটতে হল তাঁকে? সঙ্গে করে আবার ঝাড়খণ্ডের সাংসদকে কেন নিয়ে গেলেন তিনি? বিজেপির অন্দরমহল মারফৎ জানা গিয়েছে, জঙ্গলমহলের রাজনীতি নিয়ে সরব গেরুয়া শিবির।
এবার ডিভোর্সের হ্যাটট্রিক! তৃতীয়বার ভাঙার পথে শোয়েবের বিয়ে, নেপথ্যে নতুন নারী?
গতবছর অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব।
Shaheen Afridi: ভয়ঙ্কর গৃহযুদ্ধে কাঁপছে পাকিস্তান, রিজওয়ানকে চরম হুমকি আফ্রিদির
Shaheen Afridi: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫-২৬ বিগ ব্যাশ লিগ। বেশ কয়েকটি ম্য়াচে মাঠের মধ্যে হাওয়া বেশ গরম হয়ে উঠেছে। আর সেই তালিকায় নাম লিখিয়েছেন পাকিস্তানের (Pakistan Cricket) ২ ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি এবং তাঁরই জাতীয় ক্রিকেট দলের সতীর্থ মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। আপাতত তাঁরা একে অপরের প্রতিপক্ষ। কারণ, সোমবার অর্থাৎ ১৫ ডিসেম্বর মাঠে নামছে ব্রিসবেন হিট এবং মেলবোর্ন রেনেগেডস। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে, মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রতিনিধিত্ব করছেন মহম্মদ রিজওয়ান। রিজওয়ানকে চরম হুমকি দিলেন শাহিন আফ্রিদি হিট বনাম রেনেগেডস লড়াইয়ের আগে মহম্মদ রিজওয়ানকে চরম হুমকি দিলেন শাহিন শাহ আফ্রিদি। ফক্স ক্রিকেটে একটি আলোচনায় অংশগ্রহণ করেছিলেন আফ্রিদি। সেখানেই অনুষ্ঠানের সঞ্চালক আফ্রিদিকে বলেন, মহম্মদ রিজওয়ান নাকি খুল্লমখুল্লা চ্যালেঞ্জ ছুড়েছেন, ২৫ বছর বয়সি এই পাক পেসারকে তিনি স্টেডিয়ামের বাইরে ছক্কা হাঁকাবেন। এই কথা শুনে কার্যত তেলেবেগুনে জ্বলে ওঠেন আফ্রিদি। তিনি পালটা বলেন, 'রিজওয়ানকে আমি কখনই সেই সুযোগ দেব না।' এরপর হেসেও ফেলেন তিনি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন মহম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদির মধ্যে যে একটা ছোটখাট ঝামেলা হয়েছিল, সেকথা কারোর অজানা নয়। উল্লেখ্য, টম লাথামকে একটি বাজে ডেলিভারি করার জন্য রিজওয়ানের কাছে রীতিমতো বকা খেতে হয়েছিল শাহিন আফ্রিদিকে। এই বলে লাথাম একটি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন। এমন বোলিং দেখে রিজওয়ান আর নিজের মাথা ঠান্ডা রাখতে পারেননি। উইকেটের পিছন থেকেই তিনি আফ্রিদিকে রীতিমতো বকা দেন। যদিও এই ঘটনাগুলো খেলারই এক একটা অংশ। ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, এতে নাকি টিম বন্ডিং ভাল হয়। একথা আলাদা করে বলার দরকার নেই, আফ্রিদি এবং রিজওয়ানের মধ্যে সম্পর্ক যথেষ্টই ভাল।
ছাব্বিশে জিতলে কলকাতায় ফের মেসি! শুভেন্দুর আশ্বাসে তৃণমূলের কটাক্ষ, ‘মণ্ডল সভাপতি মনে করেন?’
'উনি কি মেসিকে পকেটে রাখেন বলে ভাবেন?' শুভেন্দুকে প্রশ্ন তৃণমূলের।
বিশ্বভারতীর গেস্ট হাউসগুলিতে পৌষমেলায় ঘর বুক করবেন? জানেন কত ভাড়া?
পৌষমেলায় এবছর রেকর্ড সংখ্যক পর্যটকের ভিড়ের আশা।
West Bengal SIR |রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাজ্যে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রক্রিয়া। জমা পড়েছে এনুমারেশন ফর্ম। তার ভিত্তিতে মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে খসড়া ভোটার তালিকা। তবে বুথ লেভেল অফিসার (বিএলও)-দের ব্যবহারের জন্য তৈরি বিএলও অ্যাপে ইতিমধ্যে চলে এসেছে খসড়া তালিকা। যদিও সর্বসাধারণের জন্য তালিকা প্রকাশ […] The post West Bengal SIR | রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা appeared first on Uttarbanga Sambad .
রামমন্দির আন্দোলনের অন্যতম সন্ত রামবিলাস প্রয়াত, মঙ্গলে অযোধ্যায় জলসমাধি প্রাক্তন সাংসদের
বেদান্তির মৃত্যুতে শোকবার্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
SIR: খসড়া তালিকা বেরনোর আগেই টাঙানো হল তালিকা! আর এই তালিকা নিয়ে এখন চরম বিতর্ক
SIR In WB: ইতিমধ্যেই এসআইআর-এর ফর্ম পূরণ বা ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে বাংলায়। ১৬ ডিসেম্বর অর্থাৎ বুধবার প্রকাশিত হবে খসড়া তালিকা। তার আগেই কাদের নাম বাদ পড়েছে একটি তালিকা তৈরি করে সেই লিস্ট দেওয়ালে সাঁটানোকে কেন্দ্র তৈরি হয়েছে জল্পনা।
SIR: এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে,দেখুন শুধু
এমন ৮ লক্ষ ৭৭ হাজার ৭৩৬ ফর্ম জমা পড়েছেন। পনেরো বছরের কম বয়সী বাবার সংখ্যা ৯৫ হাজার। আর ৬ সন্তানের বাবার সংখ্যা ২৪ লক্ষ ২১ হাজার। চল্লিশ বছরেরও কম বয়সে ঠাকুরদা হয়েছেন ৩ লক্ষ ৪৫ হাজার।
Reliance Jio Happy New Year 2026 Plan: রিলায়েন্স জিও নতুন হ্যাপি নিউ ইয়ার ২০২৬ প্রিপেইড প্ল্যান চালু করেছে, যেখানে গ্রাহকরা বিনামূল্যে গুগল জেমিনি প্রো সুবিধা উপভোগ করতে পারবেন। দেশের শীর্ষ টেলিকম সংস্থা জিও তাদের প্রিপেইড প্ল্যান পোর্টফোলিও সম্প্রসারণ করে নতুন রিচার্জ প্ল্যানে ঘোষণা করেছে। হ্যাপি নিউ ইয়ার ২০২৬-এর আওতায় চালু হওয়া এই প্ল্যানগুলিতে গ্রাহকরা দীর্ঘমেয়াদী বৈধতা, বিনোদনের সুবিধা এবং AI পরিষেবা পাবেন। নতুন প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে ১০৩ টাকা থেকে। ৫০০-টাকার মাসিক প্ল্যান এবং ৩৫৯৯-টাকার বার্ষিক প্ল্যান রয়েছে। আরও পড়ুন- ফের দেশজুড়ে বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম? রিপোর্ট সামনে আসতেই তোলপাড় বার্ষিক রিচার্জের ক্ষেত্রে, Jio Hero প্ল্যানটি মাত্র ৩,৫৯৯ দামে পাওয়া যাচ্ছে। এতে গ্রাহকরা পাবেন ৩৬৫ দিনের বৈধতা। পাশাপাশি গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা, সীমাহীন ৫জি ডেটা, সীমাহীন ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS মেসেজ পাবেন। এছাড়াও ১৮ মাসের জন্য Google Gemini Pro সাবস্ক্রিপশন সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে এই প্ল্যানে। মাসিক রিচার্জের ক্ষেত্রে, Jio Super Celebration প্ল্যানের দাম ৫০০ টাকা। এটির বৈধতা ২৮ দিন। ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি ডেটা, সীমাহীন ভয়েস কলিং এবং ১০০টি SMS পাবেন। বিনোদনের জন্য এতে ইউটিউব প্রিমিয়াম, জিও হটস্টার, সনি লিভ, ডিসকভারি প্লাস,হইচই অন্তর্ভুক্ত। এছাড়াও ১৮ মাসের জন্য Google Gemini Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হবে। আরও পড়ুন- ইলেকট্রিক স্কুটারের বাজারে ভূমিকম্প! ২ লক্ষ মানুষ এই মডেলটি কিনেছেন, আস্থা অর্জনে শীর্ষে এই সংস্থা Jio Flexi Pack মাত্র ১০৩ টাকায় পাওয়া যাচ্ছে, যার বৈধতা ২৮ দিন। এতে মোট ৫ জিবি ডেটা পাওয়া যাবে এবং আঞ্চলিক কন্টেন্ট অ্যাক্সেস করার সুবিধা থাকবে। বিনোদনের জন্য গ্রাহকরা তিনটি প্যাক বেছে নিতে পারবেন। হিন্দি প্যাকে রয়েছে JioHotstar, Zee5 এবং SonyLIV; আন্তর্জাতিক প্যাকে রয়েছে JioHotstar, FanCode, Lionsgate এবং Discovery+; এবং আঞ্চলিক প্যাকে রয়েছে JioHotstar, SunNXT, Kancha Lanka এবং Hoichoi।
সুয়ারেজকে ফুটবলে ‘বোকা’বানাল ১৩ বছরের কিশোরী, রোনাল্ডো-ভক্তের কাণ্ডে হেসে খুন মেসিও!
মহারাষ্ট্রের 'প্রজেক্ট মহাদেবে'র অংশ কিশোরী ফুটবলার।
মেসির ‘জাবরা ফ্যান’তৈমুর, ওয়াংখেড়ের মাঠে জেহর কাণ্ডে লজ্জায় লাল করিনা! ভাইরাল ভিডিও
ওয়াংখেড়ের মাঠে ছবি তুলতে গিয়ে কী কাণ্ড ঘটাল সইফ-করিনার কনিষ্ঠপুত্র?
কনুইয়ের কালো দাগকে অবহেলা! বড় কোনও অসুখের ইঙ্গিত?
কনুই, হাঁটুতে কালো দাগছোপ থাকে অনেকেরই।

17 C