Dev-Subhashree: দেব–শুভশ্রীর নতুন ছবির নাম ঘোষণা আজ? কেন নীরব অভিনেত্রী?
দেব-শুভশ্রীর নতুন ছবির নাম ঘোষণা হতে চলেছে আজ? পুজোয় তাঁদের ৭ নম্বর ছবি আসছে। এর আগেও, গতবছর তাঁদের দশ বছর আগের ছবি ধুমকেতু দারুণ তোলপাড় ফেলেছে। সেই ছবি বক্স অফিসে তুলকালাম ফেলে দেয়। এবং এই বছর তাঁদের কারেন্ট ছবি আসছে। সেই নিয়েই উন্মাদনা তুঙ্গে। দেব এবং শুভশ্রী তাঁদের ছবি নিয়ে বেশ সাসপেন্স ক্রিয়েট করেছেন। তাঁদের ছবির নাম আপাতত, দেসু৭। কিন্তু আজ হয়তো বা, সেই ছবির নাম ঘোষণা হতে পারে। কিন্তু শুভশ্রী গতকাল ভিডিওর মাধ্যমে বার্তা দিয়েছেন, তারপরেই চুপ মেরে গিয়েছেন। দেবের সঙ্গে তাঁর ছবি মানেই এমন কিছু হতে চলেছে, যা আগে হয়নি। দুপুর ২টোর সময় থেকে লাইভ করবেন তাঁরা। SRK-King: ৪৫ দিনের ব্যবধান রেখে ‘রামায়ণ’ এড়াল ‘কিং’? কবে রিলিজ করছে শাহরুখের ছবি? এদিকে, শুভশ্রী গতকাল আক্ষেপ করে বলেন, দেব ২০ বছরের সেলিব্রেশনে শুভশ্রীকে আমন্ত্রণ জানাননি। এখানেই শেষ না। অভিনেত্রী আরও বলেন, সকলের প্রশ্নের উত্তর দেবেন। তবে, সোজাসুজি আর কিছু জানাতেই নারাজ তিনি। এমনকি, গতকাল রাতেও শুভশ্রীকে যখন এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হল, তিনি কী জানালেন? অভিনেত্রী যেন পুরো বিষয়টাই এড়িয়ে গেলেন। তিনি কেবল বাই বলেই চলে গেলেন। এদিকে, দেব? তিনিও একেবারেই চুপ মেরে আছেন। আদৌ আজ কী ঘোষণা হবে, সেই নিয়েই সন্দেহ আছে। প্রসঙ্গে, দেবকে পুজোয় ছবি রিলিজ করতে বারণ করা হয়েছিল। কিন্তু, সেই আগুনে জল ঢেলে দিয়ে, সব কিছুই মিথ্যে প্রমাণ করে দেশু৭ নিয়ে আসছেন তিনি।
PM Modi Gifts Singur: প্রিয় নেতাকে কাছ থেকে দেখা আর নিজের হাতে তৈরি উপহার তাঁর হাতে তুলে দেওয়া, এই স্বপ্ন নিয়েই শনিবার সারারাত দু’চোখের পাতা এক করেনি হুগলির চাঁপদানির যুবক অলোক মালি। রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় সেই স্বপ্নপূরণ হলো ২১ বছরের এই কলেজ পড়ুয়ার। সারারাত জেগে চারকোল স্কেচ ভদ্রেশ্বর থানার অন্তর্গত চাপদানির বাসিন্দা অলোক কবি সুকান্ত মহাবিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র। গত ৪-৫ বছর ধরে আঁকা শিখছেন তিনি। অলোকের বাবা শ্যাম মালি পেশায় জুটমিল কর্মী। বাড়িতে রাজনীতির আলোচনা আর টিভি দেখেই মোদীজির 'অন্ধ ভক্ত' হয়ে উঠেছেন অলোক। প্রধানমন্ত্রীর সফরের কথা জানতে পেরেই স্থির করেন, নিজের হাতে আঁকা প্রিয় মানুষের একটি ছবি তাঁকে উপহার দেবেন। সেই লক্ষ্যেই শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা পরিশ্রম করে চারকোল পদ্ধতিতে মোদীজির একটি নিখুঁত পোট্রেট তৈরি করেন তিনি। আরও পড়ুন- West Bengal Live News: কলকাতার উপকণ্ঠে হাইভোল্টেজ সভা, বারাসাতের মঞ্চ থেকে কি BJP-বধের 'বিজয় মন্ত্র' দেবেন অভিষেক? প্রথম ভোট মোদীকেই রবিবার স্থানীয় বিজেপি নেতাদের সাহায্যে একটি ভিআইপি পাস জোগাড় করে সিঙ্গুরের সভাস্থলে পৌঁছে যান অলোক। বাসে করে ছবি আগলে সভায় আসা এই যুবক বলেন, আমি মোদীজির অন্ধ ভক্ত। এবার আমি প্রথমবার ভোট দেব, আর আমার প্রথম ভোট ওনাকেই দেব। প্রিয় মানুষকে দেওয়ার জন্য এই ছবিটা আঁকতে গিয়ে রাতে ঘুমাইনি। উনি আমার উপহার গ্রহণ করেছেন, এতেই আমি ধন্য। আরও পড়ুন- Siliguri News: শিলিগুড়ির যানজট ছাড়িয়ে চা বাগানের হাতছানি, বাগিচা শ্রমিকদের সন্তানদের 'অক্সফোর্ড' স্বপ্নে রাঙাচ্ছেন সৌরভ স্মারক দিলেন খুদে সায়কও কেবল অলোকই নয়, সিঙ্গুরের এক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সায়ক দাসও এদিন প্রধানমন্ত্রীকে উপহার দিতে পৌঁছে গিয়েছিল। বিভিন্ন পাথর দিয়ে তৈরি একটি মা কালীর ছবি নিয়ে এসেছিল সে। মঞ্চে ওঠার পর মানুষের এই ভালোবাসা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তাঁর টিমের মাধ্যমে অলোক ও সায়কের দেওয়া স্মারকগুলো সাদরে গ্রহণ করেন তিনি। আরও পড়ুন- Vande Bharat: এক ঘুমে পৌঁছে যাবেন গুয়াহাটি! ২২ জানুয়ারি থেকে উড়বে স্লিপার বন্দে ভারত, জানুন ট্রেনের সময়সূচী ও স্টপেজ প্রধানমন্ত্রীর এই সহৃদয়তায় আপ্লুত বর্তমান প্রজন্মের (Gen Z) এই দুই প্রতিনিধি। তাঁদের মতে, দেশের প্রধানমন্ত্রীর এমন সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা তাঁদের আরও অনুপ্রাণিত করেছে।
Delhi Earthquake: সপ্তাহের প্রথম দিনেই কেঁপে উঠল দিল্লি! কতটা ঝুঁকিতে দেশের রাজধানী?
Delhi Earthquake: সপ্তাহের প্রথম দিনেই কেঁপে উঠল দিল্লি! সোমবার সকাল ৮টা ৪৪ মিনিটে দিল্লি–এনসিআরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর দিল্লিতে এবং এর গভীরতা ছিল মাটির প্রায় ৫ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা কম হলেও আচমকা দিল্লির মাটি কেঁপে ওঠায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরও পড়ুন- লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন এনসিএস জানিয়েছে, সকালে অফিস ও স্কুলের ব্যাস্ত সময়ে ভূমিকম্প হওয়ায় বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। যদিও এই কম্পনে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর বা সম্পত্তির ক্ষয়ক্ষতির তথ্য প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি। উল্লেখযোগ্যভাবে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো দিল্লি–এনসিআর অঞ্চলে ভূমিকম্প অনুভূত হল। এর আগে সম্প্রতি হরিয়ানার সোনিপত এলাকায় ভূমিকম্পের কেন্দ্রস্থল থাকলেও তার প্রভাব দিল্লি পর্যন্ত পৌঁছেছিল। ধারাবাহিক কম্পনের কারণে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। দিল্লি–এনসিআর ছাড়াও দেশের অন্যান্য এলাকায়ও সম্প্রতি ভূমিকম্পের খবর মিলেছে। গত শুক্রবার ও শনিবার গভীর রাতে গুজরাটের কচ্ছ জেলায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রাতের বেলায় কম্পন হওয়ায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরও পড়ুন- এক ঘুমে পৌঁছে যাবেন গুয়াহাটি! ২২ জানুয়ারি থেকে উড়বে স্লিপার বন্দে ভারত, জানুন ট্রেনের সময়সূচী ও স্টপেজ এদিকে, গত এক মাসে বিশ্বের একাধিক দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ, জাপান, তাইওয়ান ও আফগানিস্তানসহ বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি, ৭-এর বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, দিল্লি একটি ভূমিকম্পপ্রবণ এলাকা এবং এটি উচ্চ ঝুঁকিপূর্ণ ভূকম্পীয় জোন-৪-এর অন্তর্ভুক্ত। ভূকম্পন সংক্রান্ত মানচিত্র অনুযায়ী, জোন-২ কম ঝুঁকিপূর্ণ, জোন-৩ মাঝারি ঝুঁকিপূর্ণ এবং জোন-৫ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত। জোন-৪-এ থাকা দিল্লি মাঝারি থেকে উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি, দিল্লি হিমালয় অঞ্চলের তুলনামূলকভাবে কাছাকাছি হওয়ায় ভবিষ্যতে বড় মাত্রার ভূমিকম্পের প্রভাব পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। আরও পড়ুন- প্রবল ঝাঁকুনি, দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী ট্রেনের একের পর এক বগি, রাতের অন্ধকারে বিরাট দুর্ঘটনা
এনিয়ে শোরগোল শুরু হতেই চন্দ্র বসুকে শুনানির নোটিস পাঠানোর কারণ ব্যাখ্যা করল নির্বাচন কমিশন।
HC On Beldanga: গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। সূত্রপাত হয় ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে। অভিযোগ, ওই শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে মৃতদেহ জেলায় ফিরতেই উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায়। টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।
রাজ্যে যখন কর্মসংস্থানের অভাব নিয়ে চারদিকে হাহাকার, যখন চা বাগানের শ্রমিক মহল্লাগুলোতে ডিকশনারি বা উচ্চমানের শিক্ষার স্বপ্ন দেখা বিলাসিতা বলে মনে হয়, ঠিক তখনই এক চিলতে রুপোলি রেখা হয়ে দেখা দিয়েছেন বছর একত্রিশের এক যুবক। পেশায় সাংবাদিক, তেরো বছর ধরে সংবাদের পেছনে ছোটা সৌরভ রায় এখন সংবাদ হওয়ার মতোই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিলিগুড়ি মহকুমার চা বাগানগুলোতে। শিলিগুড়ির ঘিঞ্জি যানজট পেরিয়ে যেখানে মুক্ত বাতাসের শুরু, সেই বাগিচা শ্রমিকদের সন্তানদের হাতে তিনি তুলে দিচ্ছেন ‘অক্সফোর্ড ডিকশনারি’। লক্ষ্য একটাই, ভাষার বাধা কাটিয়ে চা বাগানের প্রান্তিক পড়ুয়ারাও যেন ডিজিটাল যুগে বিশ্বমানের শিক্ষার নাগাল পায়। কোচবিহারের দিনহাটার ভূমিপুত্র সৌরভ বর্তমানে শিলিগুড়িতে কর্মরত একটি দৈনিক সংবাদপত্র ও অনলাইন পোর্টালে। প্রায় ছয় বছর ধরে ফাঁসিদেওয়া এলাকার আনাচে-কানাচে কাজের সূত্রে তাঁর যাতায়াত। সেখানেই তিনি উপলব্ধি করেন, চা বলয়ের আদিবাসী অধ্যুষিত এলাকার পড়ুয়ারা নিজস্ব ভাষা বা হিন্দিতে সাবলীল হলেও আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে পিছিয়ে রয়েছে। আর সেই ঘাটতি পূরণ করতেই গত কয়েক বছর ধরে নিজের জন্মদিনে কোনো জাঁকজমকপূর্ণ উৎসব বা কেক কাটার আয়োজন না করে, জমানো টাকা দিয়ে কেনা দামী ইংরেজি ডিকশনারি এবং শিক্ষা সামগ্রী নিয়ে হাজির হন বাগানে বাগানে। আরও পড়ুন- West Bengal Live News: কলকাতার উপকণ্ঠে হাইভোল্টেজ সভা, বারাসাতের মঞ্চ থেকে কি BJP-বধের 'বিজয় মন্ত্র' দেবেন অভিষেক? সৌরভের মতে, ‘যে এলাকায় মোবাইল নেটওয়ার্ক পাওয়াটাই ভাগ্যের ব্যাপার, সেখানে অনলাইন ডিকশনারি বা গুগলের সাহায্য নেওয়া তো বিলাসিতা! তাই ভালো মানের একটি ইংরেজি অভিধান বা ডিকশনারি হাতে থাকাটা জরুরি। পাঠ্যবই তো ক্লাসের সঙ্গে বদলে যায়, কিন্তু একটি ডিকশনারি একটি পরিবারে বা পাড়ায় বছরের পর বছর বহু পড়ুয়ার কাজে লাগতে পারে।’ তাঁর এই দূরদর্শী ভাবনায় সমৃদ্ধ হচ্ছে হাঁসখোয়া, কমলা, ভোজনারায়ণ, মতিধর ও বিজলিমুনির মতো একাধিক চা বাগান। আরও পড়ুন- Vande Bharat: এক ঘুমে পৌঁছে যাবেন গুয়াহাটি! ২২ জানুয়ারি থেকে উড়বে স্লিপার বন্দে ভারত, জানুন ট্রেনের সময়সূচী ও স্টপেজ সম্প্রতি কমলা চা বাগানে পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কার উপস্থিতিতে পড়ুয়াদের হাতে ডিকশনারি তুলে দেন সৌরভ। রিনা দেবী বলেন, “প্রতি বছর সৌরভ নিজের জন্মদিনে কেক না কেটে ডিকশনারি নিয়ে বাগানে হাজির হন। তাঁর এই উদ্যোগ সত্যিই শিক্ষানুরাগী ও মানবিক।” একইভাবে মতিধর ও বিজলিমুনি চা বাগানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহিদ হোসেনের উপস্থিতিতে আদিবাসী পড়ুয়ারা উপহার হিসেবে পায় দামী ইংরেজি অভিধান। হাঁসখোয়া চা বাগানের রাজকুমার কাশ্যপ থেকে শুরু করে নবম শ্রেণির পড়ুয়া স্মিতা টিগ্গা, মানসি চিক ওঁরাওরা অত্যন্ত খুশি। আরও পড়ুন- লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন তারা মজার ছলে জানায়, “দাদার বাংলা মেশানো হিন্দি বুঝতে কিছুটা কষ্ট হয় ঠিকই, কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে দাদার ভাবনাটা যে কতটা বড়, সেটা বুঝতে বিন্দুমাত্র কষ্ট হয় না।”সৌরভ রায়ের এই ব্যক্তিগত প্রয়াস বুঝিয়ে দিচ্ছে যে, বড় পরিবর্তন আনতে সবসময় বড় ফান্ডের প্রয়োজন হয় না। সদিচ্ছা আর সামান্য জমানো অর্থই পারে কোনো এক চা শ্রমিকের সন্তানের অন্ধকার ঘরকে শিক্ষার আলোয় আলোকিত করতে।
Saugata Roy |ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌগত রায়, দুশ্চিন্তায় অনুগামীরা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবারও শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হলো তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রবীণ সাংসদ সৌগত রায়কে (Saugata Roy)। রবিবার রাতে হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। কালক্ষেপ না করে পরিবারের সদস্যরা তাঁকে কলকাতার একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ এই রাজনীতিবিদ বর্তমানে চিকিৎসকদের […] The post Saugata Roy | ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌগত রায়, দুশ্চিন্তায় অনুগামীরা appeared first on Uttarbanga Sambad .
Umar Khalid Case: প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, বিচারপতি হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি। দোষী সাব্যস্ত হওয়ার আগে জামিন পাওয়াই অধিকার। আমাদের আইনও এভাবেই তৈরি, যেখানে বলা হয় বিচারে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত প্রত্যেক অভিযুক্তই নিরাপরাধ।
Spain Train Accident: সপ্তাহের শুরুতেই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল। আহত কমপক্ষে শতাধিক। স্বজন হারিয়ে কান্নার রোল, আর্তনাদ। ভয়াবহ এই দুর্ঘটনার খবর সামনেই আসতেই শুরু হয়েছে উদ্ধারকার্য্য। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তও শুরু হয়েছে। আরও পড়ুন- West Bengal Weather: বিদায়বেলায় শীতের আমেজ ফিকে, সরস্বতী পুজোয় কি তবে গরম? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট BREAKING NEWS: SPAIN - Adamuz High-Speed Train Derailments: A Preliminary Analysis of the Incident and Response Abstract On January 18, 2026, two high-speed passenger trains derailed near Adamuz in Andalusia, Spain, resulting in at least 21 fatalities and over 100 injuries,… pic.twitter.com/PMNe71FhZC — Vanilla Gorilla (@VanillaGorilaX) January 19, 2026 স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু যাত্রী। রবিবার সন্ধ্যায় কর্ডোবা প্রদেশের আদামুজ শহরের কাছে দুটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। আধুনিক ও সম্প্রতি সংস্কার করা রেলপথে এই দুর্ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর ও অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন স্পেন কর্তৃপক্ষ। আরও পড়ুন- লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন পুলিশ ও রেল সূত্রে জানা গিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাই-স্পিড ট্রেন হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের লাইনে চলে যায় এবং সেখানেই মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর। আহত সকলকে ছটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেদেশের পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, প্রথম ট্রেনটির পেছনের অংশ লাইনচ্যুত হয়ে দ্বিতীয় ট্রেনটির সামনের অংশে সজোরে ধাক্কা মারে। এর ফলে দ্বিতীয় ট্রেনটির প্রথম দুটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। আরও পড়ুন- West Bengal Live News: কলকাতার উপকণ্ঠে হাইভোল্টেজ সভা, বারাসাতের মঞ্চ থেকে কি BJP-বধের 'বিজয় মন্ত্র' দেবেন অভিষেক? প্রশাসনিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় মালাগা-মাদ্রিদগামী ট্রেনটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। অপরদিকে, বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত অন্তত ৭৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। স্প্যানিশ সংবাদপত্র এল পাইস জানিয়েছে, মাদ্রিদ থেকে হুয়েলভাগামী ট্রেনের ২৭ বছর বয়সী চালকও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুটি ট্রেন মিলিয়ে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে। তাঁদের অধিকাংশই ছিলেন স্পেনের নাগরিক, যারা সপ্তাহান্তের ছুটির পর মাদ্রিদে ফিরছিলেন। দুর্ঘটনার সময় ট্রেনে কতজন বিদেশি পর্যটক ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। At least 7 dead, over 100 injured after high-speed train derails in southern Spain pic.twitter.com/7SkDBqJ2L7 — BNO News Live (@BNODesk) January 18, 2026 দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী মারিয়া সান হোসে এল পাইস-কে বলেন, “দুর্ঘটনাটি ছিল ভয়ানক। অনেক মানুষ আহত হয়েছে।” তিনি জানান, ঘটনার আতঙ্কে তিনি এখনও কাঁপছেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধারকাজ এখনও চলছে। আরও পড়ুন- এক ঘুমে পৌঁছে যাবেন গুয়াহাটি! ২২ জানুয়ারি থেকে উড়বে স্লিপার বন্দে ভারত, জানুন ট্রেনের সময়সূচী ও স্টপেজ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সিকিমের পর্যটন মানচিত্রে অ্যাডভেঞ্চার স্পোর্টসকে আরও জনপ্রিয় করতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-গোলে (Prem Singh Tamang)। সোমবার প্যাকিং জেলার থুমকি দারা (Thumki Dara) এবং আম্বা দারা (Amba Dara)-তে তিনি ‘প্রথম রেনক সিকিম প্যারাগ্লাইডিং অ্যাকুরেসি চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর (Paragliding Accuracy Championship) আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী টেক-অফ পয়েন্টগুলোতে ‘শিলান্যাস […] The post Paragliding Accuracy Championship | সিকিমের আকাশে এবার নতুন রোমাঞ্চ! থুমকি ও আম্বা দারাতে প্যারাগ্লাইডিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী appeared first on Uttarbanga Sambad .
SSK: সাম্মানিক ১০ হাজার টাকাও ৪ মাস ঘরে আটকে! সর্বশিক্ষা মিশনের বেহাল ছবি রাজ্যে
SSK: সর্বশিক্ষা মিশনের বেহাল ছবি ধরা পড়ল রাজ্যে। রাজ্য ও কেন্দ্রের সংঘাতের মাশুল গুনছেন তাঁরা। কেন্দ্র সমগ্র শিক্ষা মিশনের টাকা আটকে রাখায় সমস্যা হচ্ছে বলে অভিযোগ রাজ্যের। অন্যদিকে, রাজ্যের দুর্নীতির দিকেই আঙুল তুলেছে কেন্দ্র।
‘মিমি-শুভশ্রীকে নিয়ে ছবির কথা ভাবছিলাম, কিন্তু…’, চমকপ্রদ খবর দিলেন রাজ
রাজ চক্রবর্তীর পরিচালনায় 'হোক কলরব' মুক্তি পাবে ২৩ জানুয়ারি। একঝাঁক নতুন মুখকে বড়পর্দায় নিয়ে আসছেন রাজ। এই ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এক সময়ে দেব-শুভশ্রীকে যেমন বড়পর্দায় নিয়ে এসেছিলেন রাজ, তেমনই নায়িকা মিমি চক্রবর্তীর প্রথম ছবি পরিচালক রাজের হাত ধরে।
Bangladesh Cricket Controversy Latest Update: এবার নাটকের যবনিকা পতন? বাংলাদেশকে চরম হুঁশিয়ারি ICC-র
Bangladesh Cricket: ২০২৬ আইপিএল টুর্নামেন্ট থেকে মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই বিসিসিআই (BCCI) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। ইতিমধ্যে বিসিবি জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে তারা আইসিসি টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে আইসিসি-র সঙ্গে যথেষ্ট টানাপোড়েন চলছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026)। এই পরিস্থিতিতে আইসিসি এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়েছে চরম হুঁশিয়ারি। এই নির্ধারিত তারিখের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে BCB-কে। আরও পড়ুন: Bangladesh Cricket Latest News: ক্রিকেটারদের বিদ্রোহে অবশেষে নতিস্বীকার! চাঞ্চল্যকর সিদ্ধান্ত বাংলাদেশ বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে 'চরম হুঁশিয়ারি' দিল আইসিসি ২০২৬ টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে লাগাতার কথাবার্তা চলছে। ইএসপিএন ক্রিকইনফো'র একটি প্রতিবেদন অনুসারে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নাকি ইতিমধ্যে BCB-কে জানিয়ে দিয়েছে, ব্যাপারটা নিয়ে আর কোনও জলঘোলা করা যাবে না। টাইগারবাহিনী আদৌ টি-২০ বিশ্বকাপ খেলতে চায় কি না, সেটা আগামী ২১ জানুয়ারির মধ্যে জানাতে হবে। কারণ হাতে বাকি আর মাত্র ৩ সপ্তাহ সময়। এই পরিস্থিতিতে আইসিসি বিষয়টা নিয়ে আর কোনও টালবাহানা চাইছে না। আরও পড়ুন: Bangladesh Cricket Controversy Update: টাইগারদের মুখে ঝামা ঘষে দিল ICC, ফের মুখ পুড়ল বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য, তারা অবশ্যই ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে চায়। কিন্তু, তাদের ম্যাচ ভেন্যু যেন শ্রীলঙ্কায় দেওয়া হয়। যদিও সূচি পরিবর্তন না করার ক্ষেত্রে আইসিসি এখনও পর্যন্ত নিজেদের অনড় অবস্থানেই রয়েছে। পাশাপাশি, শুধুমাত্র বাংলাদেশকে খুশি করার জন্য আইসিসি অন্য কোনও দলের ভেন্যু পরিবর্তন করতে চাইছে না। এই পরিস্থিতিতে বিসিবি-র হাতে বিকল্প রাস্তা খুবই অল্প খোলা রয়েছে। আরও পড়ুন: Bangladesh Cricket Latest News: অবশেষে বোমা ফাটাল ICC, টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বদল নিয়ে বড় আপডেট! ভাগ্য বদলাতে পারে স্কটল্যান্ডের এই প্রতিবেদন অনুসারে, যদি বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তাদের বিদায় নিতে হবে। এই পরিস্থিতিতে ব়্যাঙ্কিং অনুসারে, স্কটল্যান্ড ক্রিকেট দল ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলার 'মওকা' পেয়ে যেতে পারে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশের কোনও বিপদ নেই। আর সেকারণে ভেন্যু বদলের কোনও প্রশ্নই ওঠে না। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত সেই পুরনো কাসুন্দিই ঘেঁটে যাচ্ছে। সেকারণে বিতর্কর পারদও ফের উর্ধ্বমুখী হতে শুরু করেছে।
Govinda: ‘আমাকে দুর্বল ভাববেন না’, পরিবারকে সরাসরি সতর্ক করলেন গোবিন্দা
বলিউড অভিনেতা গোবিন্দা, সম্প্রতি তাঁর স্ত্রী সুনীতা আহুজার অভিযোগের কড়া জবাব দিয়েছেন। সুনীতা দাবি করেন, অভিনেতা নাকি এক তরুণীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন এবং পরিবারের প্রতি যথেষ্ট দায়িত্ব পালন করছেন না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তাদের ছেলে যশবর্ধন আহুজার ক্যারিয়ার গড়তে গোবিন্দা, কোনও সাহায্য করছেন না। এসব অভিযোগের পর অভিনেতা সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তাঁকে উদ্দেশ্য করে একটি বড় ষড়যন্ত্র চলছে এবং তাঁর স্ত্রীকেও সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সুনীতার মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গোবিন্দ ANI-কে বলেন, “৪০ বছরের বৈবাহিক জীবন আমার। আমি তো বারবার বিয়ে করিনি। ইন্ডাস্ট্রিতে বহু মানুষ বহুবার বিয়ে করে, কিন্তু তারা এ নিয়ে কখনও প্রকাশ্যে কথা বলেন না। এই পেশায় কে কতটা নিষ্কলুষ, তা বলাও কঠিন। তবে যখন কাউকে কোণঠাসা করা হয়, তখন মানুষ বেরিয়ে আসার পথ খোঁজে।” AR Rahman: মুসলিম হয়েও রামায়ণের সঙ্গীত রচয়িতা, 'আমি ব্রাহ্মণ স্কুলে পড়েছি', বিস্ফোরক রহমান অভিনেতা আরও দাবি করেন, শুধু স্ত্রী নন, তাঁর ভাগ্নে এবং জনপ্রিয় কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেককেও তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। কৃষ্ণার টিভি শোতে তাঁকে অপমান করার মতো সংলাপ লিখে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। গোবিন্দা বলেন, “আমি কৃষ্ণাকে সতর্ক করেছিলাম, যে তাকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এরপরেই সুনীতা ক্ষুব্ধ হয়েছিলেন।” নিজের সন্তানদের চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা করাতে সাহায্য না করার অভিযোগের জবাবে তিনি জানান, তিনি কখনও প্রযোজক বা পরিচালকদের কাছে সন্তানদের নিয়ে সুপারিশ করতে যান না। তাঁর ভাষায়, “এই ইন্ডাস্ট্রি আমাকে নাম, পয়সা সব দিয়েছে। তাই এর মধ্যে কোনও কালো দাগ লাগাতে চাই না। কিন্তু সত্যি বলতে কিছু মানুষ ষড়যন্ত্র করছে এবং আমার সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে।” Govindaa: পরকীয়ার অভিযোগ স্ত্রীর, 'আমার বিরুদ্ধে দীর্ঘদিনের ষড়যন্ত্র', পাল্টা সুনীতাকে কী শোনালেন গোবিন্দা? গোবিন্দা পরিবারের সদস্যদেরও অনুরোধ করেন, যেন তাঁরা আর সংবাদমাধ্যমে তাঁর সম্পর্কে নেতিবাচক মন্তব্য না করেন। তিনি বলেন, “অনুরোধ করছি, এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে আমি নিজেকে শ্বাসরোধ অনুভব করি।” অভিনেতা আরও যোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে কাজের বাইরে ছিলেন এবং এই সময়ে অনেক অন্যায়ের শিকার হয়েছেন। তাঁর কথায়, “আমাকে দুর্বল ভাববেন না,” তিনি সতর্ক করে দিয়ে বলেন, “মানুষের উচিত নিজের কাজের হিসাব দেখা, অন্যকে দোষারোপ করার আগে।”
‘উষ্ণ’মাঘ! লাফিয়ে চড়ছে পারদ, চলতি সপ্তাহে কেমন আবহাওয়া বঙ্গে?
একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা মাঘের শুরুতেই কাঁটা হয়ে দাঁড়িয়েছে উত্তুরে হাওয়ার পথে, জানাচ্ছে হাওয়া অফিস।
ISL সম্প্রচারের টেন্ডার প্রকাশ ফেডারেশনের, কী কী শর্তপূরণ করতে হবে আগ্রহী সংস্থাকে?
এই মরশুমের আইএসএল ব্রডকাস্টিং রাইটসের জন্য টেন্ডার প্রকাশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগ্রহী সংস্থা এই টেন্ডার জমা দিতে পারবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটার মধ্যে। টেন্ডার খোলার দিন ধার্য করা হয়েছে ২ ফেব্রুয়ারি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিকে কেন্দ্র করে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয়েছে। ট্রাম্পের স্বৈরাচারী মনোভাব মেনে নিতে নারাজ ন্যাটোর অন্য শরিকরা। গ্রিনল্যান্ড এব্যাপারে নিজেদের কঠোর মনোভাব ইতিমধ্যে আমেরিকাকে জানিয়ে দিয়েছে। সামরিক তৎপরতাও শুরু করেছে দেশটি। গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে ডেনমার্ক, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, বেলজিয়াম সহ ইউরোপের নানা দেশ। ইউরোপীয় […] The post কাঁটাবিদ্ধ ন্যাটো appeared first on Uttarbanga Sambad .
‘যখন শেষ যাত্রায় যাব…’, কেন এমন কথা বললেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য?
ক বছরের বিবাহবার্ষিকী উদযাপন করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য আর অভিনেতা রুবেল দাস। শ্বেতা ফেসবুকে তাঁদের উদযাপনের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ''দেখতে-দেখতে এক বছর পার করে ফেললাম আমরা। এমনভাবেই সারা জীবন কাটাতে চাই তোমার সঙ্গে। জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার হাতটাই শক্ত করে ধরে রাখতে চাই। আর জীবনের একটাই ইচ্ছে, যখন শেষ যাত্রায় যাব, যেন সিঁথিতে সিঁদুর নিয়ে যেতে পারি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সেই আশীর্বাদ থেকে আমি একটা দিনের জন্য বঞ্চিত হতে চাই না। অনেক-অনেক ভালোবাসি তোমায়।''
Vande Bharat Sleeper Schedule 2026: ভারতীয় রেলের মুকুটে নয়া পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের বাণিজ্যিক পথচলা শুরু হতে চলেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NFR) অধীনে এই সেমি-হাই-স্পিড ট্রেনটি দীর্ঘ পাল্লার নৈশভ্রমণে এক নতুন মাত্রা যোগ করবে। কবে থেকে শুরু পরিষেবা? রেল কর্তৃপক্ষের জানানো তথ্য অনুযায়ী: ট্রেন নম্বর ২৭৫৭৬ (কামাখ্যা-হাওড়া): আগামী ২২ জানুয়ারি থেকে এই ট্রেনের বাণিজ্যিক সফর শুরু হবে। ট্রেন নম্বর ২৭৫৭৫ (হাওড়া-কামাখ্যা): এই ট্রেনটির বাণিজ্যিক পথচলা শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। ট্রেনের সময়সূচী ও দিন কামাখ্যা-হাওড়া (২৭৫৭৬): বুধবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন এই ট্রেনটি কামাখ্যা থেকে সন্ধ্যা ১৮:১৫ মিনিটে রওনা দিয়ে পরের দিন সকাল ০৮:১৫ মিনিটে হাওড়া পৌঁছাবে। আরও পড়ুন- West Bengal Live News: কলকাতার উপকণ্ঠে হাইভোল্টেজ সভা, বারাসাতের মঞ্চ থেকে কি BJP-বধের 'বিজয় মন্ত্র' দেবেন অভিষেক? হাওড়া-কামাখ্যা (২৭৫৭৫): বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন এই ট্রেনটি হাওড়া থেকে সন্ধ্যা ১৮:২০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ০৮:২০ মিনিটে কামাখ্যা পৌঁছাবে। ভ্রমণ সময়: পুরো পথ অতিক্রম করতে ট্রেনটি সময় নেবে মাত্র ১৪ ঘণ্টা। আরও পড়ুন- লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন কোথায় কোথায় স্টপেজ? যাত্রাপথে হাওড়া ও কামাখ্যার মাঝে মোট ১৩টি স্টেশনে ট্রেনটি থামবে। স্টেশনগুলি হলো, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি (NJP), জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রাঙ্গিয়া। আরও পড়ুন- West Bengal Weather: বিদায়বেলায় শীতের আমেজ ফিকে, সরস্বতী পুজোয় কি তবে গরম? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট এই অত্যাধুনিক ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে। যার মধ্যে এসি ৩-টায়ার হল ১১টি, এসি ২ টায়ার ৪টি, এসি ফার্স্ট ক্লাস ১টি। হাওড়া-গুয়াহাটি রুটে মোট দুটি রেক থাকবে। বিশেষজ্ঞদের মতে, স্লিপার বন্দে ভারত চালুর ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে কলকাতার যোগাযোগ আরও দ্রুত ও আরামদায়ক হবে। বিশেষ করে যারা ব্যবসায়িক কাজে বা পর্যটনের জন্য অসম ও উত্তরবঙ্গে যাতায়াত করেন, তাঁদের জন্য এই নৈশকালীন যাত্রা হবে অত্যন্ত সময়সাশ্রয়ী।
Vijay Hazare Trophy Final: ফাইনালে লজ্জার পরাজয় সৌরাষ্ট্রের, বিজয় হাজারে ট্রফি বিদর্ভের ঝুলিতে
Vijay Hazare Trophy : শেষ হল ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফি। গত রবিবার অর্থাৎ ১৮ জানুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে বিদর্ভ এবং সৌরাষ্ট্রের মধ্যে এই ম্য়াচ আয়োজন করা হয়। ফাইনাল ম্য়াচে সৌরাষ্ট্রকে কার্যত কুপোকাত করে খেতাব জয় করে বিদর্ভ। এই ম্য়াচে বিদর্ভ প্রথমে ব্যাট করতে নেমে ৩১৭ রান করেছিল। বিদর্ভর হয়ে ২৫ বছর বয়সি এক ব্যাটারের দুরন্ত শতরানই গোটা ম্যাচে পার্থক্য গড়ে দেয়। Virat Kohli Vijay Hazare Trophy Update: বিজয় হাজারেতে আরও ১ ম্যাচ খেলবেন বিরাট! টুর্নামেন্ট নিয়ে এবার বড় আপডেট প্রসঙ্গত, গত মরশুমেও ফাইনালে উঠেছিল বিদর্ভ। কিন্তু, কর্নাটকের বিরুদ্ধে তারা ৩৬ রানে হেরে যায়। তবে এই মরশুমে তারা একেবারে কোমর বেঁধেই খেলতে নেমেছিল। শেষপর্যন্ত খেতাব জিতে তারা মরশুম শেষ করল। এই প্রথমবার বিজয় হাজারে ট্রফি জিতল বিদর্ভ। ২৫ বছর বয়সি এই ক্রিকেটারই জয়ের আসল নায়ক! বিদর্ভর হয়ে ফাইনাল ম্য়াচ খেলতে নেমেছিলেন ২৫ বছর বয়সি ব্যাটার অথর্ব তায়ডে। এই ম্যাচে তাঁর ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান দেখতে পাওয়া যায়। ফাইনাল ম্য়াচে অথর্ব ১১৮ বলে ১২৮ রান করেছেন। এরমধ্যে ১৫ চার ছাড়াও ৩ ছক্কা রয়েছে। এর পাশাপাশি আমন মোখাডে ৪৫ বলে ৩৩ রান করেন। অন্য়দিকে, যশ রাঠোর ৬১ বলে ৫৪ রানের একটি ইনিংস উপহার দেন। আর এভাবেই বিদর্ভ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান করেছিল। সৌরাষ্ট্রের হয়ে অঙ্কুর পাওয়ার ৪ উইকেট শিকার করেন। এছাড়া চিরাগ জানি এবং চেতন সাকারিয়া দুটো করে উইকেট তুলে নেন। Vijay Hazare Trophy Accident: বিজয় হাজারে ট্রফিতে ভয়ঙ্কর দুর্ঘটনা, স্ট্রেচারে শুয়ে সোজা হাসপাতালে তারকা ক্রিকেটার ২৭৯ রানে অলআউট সৌরাষ্ট্র এই টার্গেট তাড়া করতে নেমে সৌরাষ্ট্র ৪৮.৫ ওভারের মধ্যেই ২৭৯ রানে অলআউট হয়ে যায়। সৌরাষ্ট্রের হয়ে সর্বাধিক রান করেন প্রেরক মানকড়। ৯২ বলে তিনি ৮৮ রান করেন। এছাড়া চিরাগ জানি ৬৩ বলে করেন ৬৪ রান। শেষপর্যন্ত বিদর্ভ ৩৮ রানে জয়লাভ করেছে। বিদর্ভর হয়ে যশ ঠাকুর ৪ উইকেট এবং নচিকেত ভুটে ৩ উইকেট শিকার করেছেন। Virat Kohli Vijay Hazare Trophy Century: ফের ইতিহাস 'কিং' কোহলির, দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে গড়লেন এই রেকর্ড! কোন বছর কোন দল জিতেছে বিজয় হাজারে ট্রফি? মরশুম বিজয়ী দল রানার্স আপ ২০২৫-২৬ বিদর্ভ সৌরাষ্ট্র ২০২৪-২৫ কর্নাটক বিদর্ভ ২০২৩-২৪ হরিয়ানা রাজস্থান ২০২২-২৩ সৌরাষ্ট্র মহারাষ্ট্র ২০২১-২২ হিমাচল প্রদেশ তামিলনাড়ু ২০২০-২১ মুম্বই উত্তরপ্রদেশ ২০১৯-২০ কর্নাটক তামিলনাড়ু ২০১৮-১৯ মুম্বই দিল্লি ২০১৭-১৮ কর্নাটক সৌরাষ্ট্র ২০১৬-১৭ তামিলনাড়ু বাংলা ২০১৫-১৬ গুজরাট দিল্লি ২০১৪-১৫ কর্নাটক পঞ্জাব ২০১৩-১৪ কর্নাটক রেলওয়ে ২০১২-১৩ দিল্লি অসম ২০১১-১২ বাংলা মুম্বই ২০১০-১১ ঝাড়খণ্ড গুজরাট ২০০৯-১০ তামিলনাড়ু বাংলা ২০০৮-০৯ তামিলনাড়ু বাংলা ২০০৭-০৮ সৌরাষ্ট্র বাংলা ২০০৬-০৭ মুম্বই রাজস্থান ২০০৫-০৬ রেলওয়ে উত্তরপ্রদেশ ২০০৪-০৫ তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ (যুগ্ম বিজেতা) ২০০৩-০৪ মুম্বই বাংলা ২০০২-০৩ তামিলনাড়ু পঞ্জাব
SIR Notice |‘বাবা কি সত্যিই বাবা?’ আলিপুরদুয়ারে ৬ সন্তানের জন্মদাতাদের পরিচয় খুঁজতে আসরে কমিশন
ভাস্কর শর্মা, আলিপুরদুয়ার: ছয় সন্তানের জন্ম দেওয়া যে কতটা ঝক্কির তা এই বাবারা আজকাল পরিষ্কার বুঝতে পারছেন। এই জন্মদাতারা এখন নির্বাচন কমিশনের ‘নজরে’ পড়ছেন। কারও ছয় বা তার বেশি সন্তান থাকলেই কমিশন বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে বলে অভিযোগ। এই বাবাদের পাশাপাশি ছেলেদের ডেকে এসআইআর-এর নোটিশ (SIR Notice) ধরানো হচ্ছে। খাতায়-কলমে যাঁকে বাবা হিসেবে দেখানো হয়েছে, […] The post SIR Notice | ‘বাবা কি সত্যিই বাবা?’ আলিপুরদুয়ারে ৬ সন্তানের জন্মদাতাদের পরিচয় খুঁজতে আসরে কমিশন appeared first on Uttarbanga Sambad .
বাংলাদেশকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল আইসিসি, লিটনরা বিশ্বকাপ না খেললে বিকল্প কোন দেশ?
সমাধান সূত্র হিসাবে বিসিবি'র প্রস্তাব, প্রয়োজনে গ্রুপ বদল হোক। কিন্তু আইসিসি সেই প্রস্তাবও মানবে বলে মনে হচ্ছে না। এখন জানা যাচ্ছে, আইসিসি'র কাছে বুধবারের মধ্যে জানাতে হবে তাদের সিদ্ধান্ত জানাতে হবে বিসিবি'কে।
Chaos in Howrah: হাওড়ার আবাসনে যুযুধান প্রোমোটার-আবাসিক! চেয়ার কাঁধে তুলে চলল হামলা
Howrah News: বছর দুয়েক আগে হাওড়ার আন্দুল রোডের চুনাভাটিতে একটি অভিজাত আবাসন তৈরি হয়। গোটা আবাসন জুড়ে রয়েছে দু'টি ব্লক। যাতে আবার রয়েছে মোট ৬০টি ফ্ল্যাট। কিন্তু আবাসনের রক্ষণাবেক্ষণ-সহ বেশ কয়েকটি বিষয় নিয়েই মাঝে মধ্যে ওই আবাসনের প্রোমোটার — শেখ সাকিবের সঙ্গে বিবাদ হত আবাসনের বাসিন্দাদের।
Kolkata News Live Updates: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই জেলা সফরে রণকৌশল সাজাতে ব্যস্ত শাসকদল। অন্যদিকে, অশান্তির মেঘ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। পাশাপাশি, আবহাওয়ার মেজাজেও বড় বদল। এক নজরে দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলো। নদীয়ার পর এবার উত্তর ২৪ পরগনায় নির্বাচনী প্রচারের সুর বাঁধতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। গতকাল চাপড়ার শ্রীনগর মোড়ে এক বর্ণাঢ্য রোড শো-এর মাধ্যমে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন তিনি। আজ নজর বারাসাতের দিকে। কয়েক মাস বাদেই বিধানসভা ভোট, তার আগে আজ বারাসাতের প্রকাশ্য জনসভা থেকে দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ কর্মীদের কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। আরও পড়ুন- West Bengal Weather: বিদায়বেলায় শীতের আমেজ ফিকে, সরস্বতী পুজোয় কি তবে গরম? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট এদিকে, অশান্তি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে মুর্শিদাবাদের বেলডাঙা। পুলিশ সূত্রে খবর, অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। কড়া পুলিশি পাহারার মধ্যে দিয়ে আজ এলাকার দোকানপাট খুলতে শুরু করেছে। বড়ুয়া মোড় সহ সংলগ্ন এলাকায় পরিস্থিতির উন্নতি হওয়ায় জনজীবন স্বাভাবিকের পথে। তবে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় এখনও পুলিশ পিকেট মোতায়েন রয়েছে। আরও পড়ুন- লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন সপ্তাহের প্রথম দিন থেকেই বিদায়বেলার সুর শীতের আমেজে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে। তবে সমতলে শীত কমলেও দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় এখনও হাড়কাঁপানো ঠান্ডা বজায় রয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী শুক্রবার সরস্বতী পুজোর দিনে শীতের সেই জমাটি মেজাজ অধরাই থাকবে। আরও পড়ুন- Rokeya Prachy: 'রাস্তায় বেরোলে দেহ ৫ টুকরো করে ফেলবে!' ইউনূসের বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত রোকেয়া প্রাচী
হিংসায় উত্তপ্ত বাংলাদেশের বড়পর্দায় রবীন্দ্রনাথের ছোটগল্প, প্রথমবার চঞ্চল-পরী ম্যাজিক
কোন ভূমিকায় দেখা যাবে তাঁদের?
রায়গঞ্জ: মৃত্যু মানেই মৌন, নিস্তব্ধতা, নীরবতা। কিন্তু এর সম্পূর্ণ বিপরীত ছবি দেখা গেল রায়গঞ্জের বড়ুয়া অঞ্চলের বামনগ্রামের ধর্মপুর গ্রামে। যেখানে শোকের মাঝেও রীতিমতো ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা সহকারে শ্মশানে গেল বৃদ্ধের শেষযাত্রা (Funeral Procession)। ওই গ্রামের বাসিন্দা অনাথবন্ধু রায়ের বয়স হয়েছিল ১০৫ বছর। শনিবার রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নাতি-নাতদিদের আগেই বলে রেখেছিলেন তাঁর মৃত্যুর […] The post Funeral Procession | মৃত্যু নয়, এ যেন জীবনের জয়গান! ১০৫ বছরের বৃদ্ধের শেষযাত্রায় বাজল ব্যান্ডপার্টি appeared first on Uttarbanga Sambad .
টি-২০ বিশ্বকাপের আগেই চমক! ৪২ বছরের প্রাক্তন হকি খেলোয়াড় নেতৃত্ব দেবেন ইটালিকে
প্রথমবার তারা বিশ্বকাপ খেলবে। নিঃসন্দেহে ইটালির ক্রিকেট ইতিহাসে এটা ঐতিহাসিক সাফল্য। তবে বিশ্বকাপে নামার আগেই আলোচনায় তাদের অধিনায়ক।
সিনেমাকেও হার মানায়! মুখোমুখি ধাক্কায় দুমড়ে গেল দুই হাইস্পিড ট্রেন, স্পেনে মৃত অন্তত ২১
'অভিশপ্ত রাত্রি', এত বড় দুর্ঘটনার খবরে আক্ষেপ প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি প্রায় ৭০।
Bangladesh Election 2026: ধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে বাইকে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেঁটে দ্রুত পালিয়ে যান। কাগজে কিছু লেখা ছিল না। বাইকটি ছিল সাদা রঙের হিরো হাঙ্ক।
শিলিগুড়ি ও আলিপুরদুয়ার: উদ্বোধনী যাত্রা শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রেলের তরফে বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) নিয়মিত যাত্রার দিন ঘোষণা করে দেওয়া হল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NF Railway) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কামাখ্যা থেকে কমার্সিয়াল যাত্রা শুরু হবে ২২ জানুয়ারি। বুধবার ছাড়া এখান থেকে সপ্তাহের অন্যান্য দিন ট্রেনটি ছাড়বে সন্ধ্যা […] The post Vande Bharat Sleeper | বৃহস্পতিবার থেকে নিয়মিত যাত্রা বন্দে ভারত স্লিপারের, ভাড়া নিয়ে এখনও সাসপেন্স রেলের appeared first on Uttarbanga Sambad .
রবিবারের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হলো ঝাড়খণ্ডের লাতেহারে। ছত্তিশগড় থেকে আসা একটি বিয়ের যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন মহিলা। এই ঘটনায় আহত হয়েছেন ৮০ জনেরও বেশি যাত্রী, যাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। কীভাবে ঘটল দুর্ঘটনা? পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে লাতেহার জেলার মহুয়াদানর থানা এলাকার ওর্সা বাংলাদারা উপত্যকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি ছত্তিশগড়ের বলরামপুর জেলা থেকে বিয়ের যাত্রী নিয়ে মহুয়াদানরের দিকে আসছিল। পাহাড়ি ঢালু রাস্তায় নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায়। লাতেহারের পুলিশ সুপার কুমার গৌরব জানান, দুর্ঘটনার স্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে স্থানীয় হাসপাতাল এবং গুমলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন প্রাণ হারান। আরও পড়ুন- লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন যান্ত্রিক ত্রুটি না কি অন্য কিছু? বাসচালক বিকাশ পাঠক জানিয়েছেন, বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। পাহাড়ি রাস্তায় আচমকাই বাসের ব্রেক ফেল করে। হ্যান্ডব্রেক টেনে এবং ইঞ্জিন বন্ধ করেও বাসটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, যার ফলে বাসটি উল্টে খাদে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আরও পড়ুন- Rokeya Prachy: 'রাস্তায় বেরোলে দেহ ৫ টুকরো করে ফেলবে!' ইউনূসের বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত রোকেয়া প্রাচী উদ্ধারকাজ ও প্রশাসনের তৎপরতা ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজে নামে স্থানীয় পুলিশ ও প্রশাসন। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) বিপিন কুমার দুবে জানিয়েছেন, ৬০ জন আহতকে মহুয়াদানর কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। ২০ জনের বেশি যাত্রী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত ৩২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাঁচির রিামস (RIMS) হাসপাতালে রেফার করা হয়েছে। আরও পড়ুন- Sonarpur News: যিনি বিলি করছেন নোটিশ, তাঁকেই ডাক SIR শুনানিতে! ভোটার তালিকা নিয়ে আজব কাণ্ড সোনারপুরে মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'X'-এ একটি পোস্টের মাধ্যমে লাতেহারের ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন যাতে আহতদের যথাযথ চিকিৎসার সুব্যবস্থা করা হয়। মৃতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, রেশান্তি দেবী (৩৫), প্রেমা দেবী (৩৭), সীতা দেবী (৪৫), সোনামতী দেবী (৫৫), সুখনা ভুঁইয়া (৪০) এবং বিজয় ভুঁইয়া। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
Bhabhiji Ghar Par Hain: 'ভাবিজি ঘর পর হ্যায়?', এবার উত্তর মিলবে সিনেমা হলে
টেলিভিশনের পর্দায় টানা এক দশকেরও বেশি সময় ধরে দর্শকদের পেটে খিল ধরানো এই জনপ্রিয় শো ‘ভাবিজি ঘর পর হ্যায়’ (Bhabhiji Ghar Par Hain) এবার পা রাখতে চলেছে বড় পর্দায়। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মাতারা প্রকাশ করেছেন ছবির ট্রেলার, আর তাতেই উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা। ছোটপর্দার এই সুপারহিট কমেডি শো এবার সিনেমা হলে পৌঁছোতে চলেছে নতুন রূপে, নতুন আয়োজনে এবং আরও বড় বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে। ছবির নাম রাখা হয়েছে ‘ভাবিজি ঘর পর হ্যায় – ফান অন দ্য রান’, যা ২০২৬ সালের ৬ই ফেব্রুয়ারি মুক্তি পাবে। ট্রেলার শুরু হয় সেই বহুল পরিচিত ও আইকনিক সংলাপ, “ভাবিজি ঘর পর হ্যায়?”, যা শোনামাত্রই দর্শকদের মনে নস্টালজিয়ার ঢেউ তোলে। মুহূর্তের মধ্যেই ফিরে আসে সেই পুরনো দিনের হাসি, মজা আর খুনসুটির স্মৃতি। পর্দায় ভেসে ওঠেন আসিফ শেখ ও রোহিতাশ্ব গৌর, যথাক্রমে বিভূতি নারায়ণ মিশ্র ও মনমোহন তিওয়ারির চরিত্রে। তাদের অভিনীত এই দুই চরিত্র গত ১১ বছর ধরে দর্শকদের হাসির খোরাক জুগিয়ে এসেছে। সিনেমার ট্রেলারে দেখা যায়, টেলিভিশনের মতোই এবারও তাঁরা একে অপরের স্ত্রীর কাছাকাছি যাওয়ার জন্য নানারকম হাস্যকর অজুহাত আর মজার ফন্দি আঁটছে, যা দর্শকদের মুখে স্বাভাবিকভাবেই হাসি ফোটাবে। আরও পড়ুন: খুশিতে ভাসছেন তারকা দম্পতি, রাজকুমার-পত্রলেখার ঘরে পার্বতীর আগমন ট্রেলারকে আরও আকর্ষণীয় করে তুলেছে বিশেষ অতিথি চরিত্রে রবি কিষাণ এবং মুকেশ তিওয়ারির উপস্থিতি। তাঁদের উপস্থিতি ছবিতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনেকে। দুই শক্তিশালী অভিনেতার উপস্থিতি যে গল্পে বাড়তি রোমাঞ্চ ও কৌতুকের রসদ জোগাবে, তা বলাই বাহুল্য। সিনেমায় শুধু টেলিভিশন সিরিয়ালের পুনরাবৃত্তি নয়, বরং বড়পর্দার উপযোগী করে গল্প, সংলাপ ও পরিস্থিতিকে আরও বড় এবং জমজমাট করে তোলা হয়েছে। আরও পড়ুন: বিচ্ছেদের পরও ধানুশ-ঐশ্বর্যর বন্ধুত্ব অটুট! একসাথে সন্তানের পাশে, গর্বিত বাবা-মা! ‘ভাবিজি ঘর পর হ্যায়’ সিরিয়ালটি দীর্ঘদিন ধরে পারিবারিক বিনোদন জুগিয়েছে। বিভূতি আর তিওয়ারির খুনসুটি, তাঁদের স্ত্রীর প্রতি গোপন আকর্ষণ, আর তাঁর থেকেই জন্ম নেওয়া হাস্যকর পরিস্থিতি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এবার সেই পরিচিত চরিত্রগুলোকেই আরও বড় ক্যানভাসে, আরও ঝাঁকজমকপূর্ণভাবে তুলে ধরা হবে সিনেমায়।
তাপমাত্রার হেরফেরে কমেছে উৎপাদন! সরস্বতী পুজোর আগেই মহার্ঘ গাঁদা
সরস্বতী পুজোয় গাঁদাফুলের চাহিদা বেড়ে যায়। তাছাড়া ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস, এইসব দিনে গাঁদার চাহিদা থাকে।
Crime News: বাড়িতে দুটো বউ, লিভ-ইন পার্টনারকে খুন করে ট্রাঙ্কে ভরে জ্বালিয়ে দিলেন প্রাক্তন রেলকর্মী
Crime News: তবে যে গাড়িতে করে ট্রাঙ্কটি পাঠাচ্ছিলেন, সেই গাড়ির চালকের সন্দেহ হয়। ওই ব্যক্তির আচরণ ও ট্রাঙ্কের ভিতরে কী রয়েছে, তা নিয়ে সন্দেহ হওয়ায়, তিনি ট্রাঙ্কটি গাড়ি থেকে নামিয়ে রেখে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন। পুলিশ এসে ট্রাঙ্ক খুলতেই দেখে ভিতরে পোড়া হাড়গোড় ও দেহাংশ রয়েছে।
Breaking News in Bengali Live Updates: যার রেশ কাটেনি সোমবার সকালেও। আমহার্স্ট স্ট্রিট-কাণ্ডের পর এখনও বন্ধ রয়েছে শ্যামাসুন্দরী মন্দির। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মন্দিরের দরজা খোলেননি কর্তৃপক্ষ। বাইরে ঠায় দাঁড়িয়ে মানুষ। ৩ ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষারত ভক্তরা।
প্রশান্তকে বাঁচাতে প্রশাসনের ‘সেফ প্যাসেজ’
শুভঙ্কর চক্রবর্তী আইনের চোখে সবাই সমান- এই বাক্যটি আদতে যে কেবল পাঠ্যবইয়ের পাতাতেই শোভনীয় তার জলজ্যান্ত উদাহরণ প্রশান্ত বর্মন। ক্ষমতা আর প্রভাব খাটিয়ে খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও (Prashanta Barman BDO Rajganj) তাঁর আস্তানায় দিব্যি রয়েছেন। জামিন খারিজের ২৮ দিন অতিক্রান্ত হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর ‘স্কটল্যান্ড ইয়ার্ড’ প্রশান্তকে গ্রেপ্তার করতে পারেনি। বলা ভালো করেনি। গোয়েন্দাগিরিতে দেশের নামকরা […] The post প্রশান্তকে বাঁচাতে প্রশাসনের ‘সেফ প্যাসেজ’ appeared first on Uttarbanga Sambad .
FAWLOI |বন্ধ চা বাগানে স্বস্তি! ‘ফাওলই’-এর আওতায় আরও ৪ বাগান, সুবিধা পাবেন ৩ হাজার শ্রমিক
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: উত্তরবঙ্গের আরও ৪ বন্ধ চা বাগানের শ্রমিকদের সরকারি মাসিক অনুদান ফাওলই-এর (FAWLOI) আওতায় আনল শ্রম দপ্তর। ওই বাগানগুলি হল দার্জিলিংয়ের পান্ডাম, কলেজভ্যালি, জলপাইগুড়ির চামুর্চি ও আলিপুরদুয়ারের দলসিংপাড়া। এর ফলে সব মিলিয়ে প্রায় ৩ হাজার শ্রমিক উপকৃত হবেন। উত্তরবঙ্গের এক শ্রম আধিকারিক বলেন, ‘সরকারি নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হবে।’ পাহাড়ের পান্ডাম চা বাগান […] The post FAWLOI | বন্ধ চা বাগানে স্বস্তি! ‘ফাওলই’-এর আওতায় আরও ৪ বাগান, সুবিধা পাবেন ৩ হাজার শ্রমিক appeared first on Uttarbanga Sambad .
ভোটার তালিকা নির্ভুল করতে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। তবে এবারের প্রক্রিয়ায় এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সোনারপুর ব্লকের পূর্ব মথুরাপুর এলাকা। যে বিএলও (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হিয়ারিং বা শুনানির নোটিশ বিলি করছেন, আগামী ৩০ জানুয়ারি তাঁকেও হাজির থাকতে হচ্ছে নিজেরই শুনানিতে! কী ঘটেছে সোনারপুর-২ গ্রাম পঞ্চায়েতে? সোনারপুর-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব মথুরাপুর এলাকার ২৩৬ নম্বর পার্টের বিএলও কার্তিক চ্যাটার্জি গত কয়েকদিন ধরেই এলাকায় ভোটারদের হিয়ারিং নোটিশ বিলি করছেন। তবে শুধু এলাকার সাধারণ মানুষই নন, সেই তালিকায় নাম রয়েছে তাঁর নিজেরও। কার্তিকবাবু জানান, আগামী ৩০ জানুয়ারি তাঁর বুথের আরও ৬২ জন ভোটারের সঙ্গে তাঁকেও সশরীরে হাজিরা দিতে হবে শুনানিতে। আরও পড়ুন- লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন কেন এই গণ-শুনানি? ভোটার তালিকায় নানা ধরণের অসঙ্গতি দূর করতেই নির্বাচন কমিশন এই কড়া পদক্ষেপ নিয়েছে। বিএলও কার্তিক চ্যাটার্জির মতে, মূলত তিনটি বড় ভুলের কারণে এই নোটিশ পাঠানো হচ্ছে। প্রথমটি হল, তথ্যগত ত্রুটি অর্থাৎ ফর্ম ফিলাপের সময় বাবা বা মায়ের নাম ও তথ্যে ভুল থাকা। আরও পড়ুন- West Bengal Weather: বিদায়বেলায় শীতের আমেজ ফিকে, সরস্বতী পুজোয় কি তবে গরম? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট দ্বিতীয়টি বয়স বিভ্রাট অর্থাৎ আধার কার্ডের সঙ্গে বয়সের আকাশ-পাতাল পার্থক্য অথবা অদ্ভুত বয়সের ব্যবধান (যেমন, বাবা ও সন্তানের বয়সের তফাৎ খুব কম হওয়া)। আর এক্ষেত্রে তৃতীয় ভুলটি হল বানান সমস্যা অর্থাৎ আধার কার্ডে একরকম বানান এবং ভোটার কার্ডে অন্যরকম বানান থাকা। আরও পড়ুন- Rokeya Prachy: 'রাস্তায় বেরোলে দেহ ৫ টুকরো করে ফেলবে!' ইউনূসের বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত রোকেয়া প্রাচী সমাধানের পথ কী? ওই BLO এলাকা ঘুরে ভোটারদের আশ্বস্ত করছেন যে, এই হিয়ারিংয়ের উদ্দেশ্য কাউকে তালিকা থেকে বাদ দেওয়া নয়, বরং তথ্য সংশোধন করে তালিকাটি নির্ভুল করা। তিনি জানান, নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় নথি (আধার কার্ড, বার্থ সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র) নিয়ে হাজির হয়ে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করলেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব। নির্বাচন কমিশনের এই কড়াকড়িতে যেমন সাধারণ মানুষের মনে কিছুটা উদ্বেগ রয়েছে, তেমনই তালিকার দীর্ঘদিনের ভুল সংশোধিত হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
মধ্য কলকাতায় কালীর নামে বুজরুকি, হাঙ্গামা
মূলত ফেসবুক-ইউটিউব থেকেই ছড়িয়ে পড়ছে নানা গুজব আর তৈরি হচ্ছে বুজরুকি।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজস্থানের ঝালাওয়ার (Jhalawar Crime) জেলায় এক ১৮ বছর বয়সী তরুণকে অপহরণ (Teen Kidnapped Bhopal) করে অমানুষিক নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভোপালের বাসিন্দা সোনু নামের ওই তরুণকে তিন দিন আটকে রেখে মারধর করার পাশাপাশি তাকে বিয়ারের বোতলে ভরে প্রস্রাব খেতে (Drink urine Jhalawar) বাধ্য করার মতো জঘন্য অভিযোগ […] The post Teen Kidnapped Bhopal | ভালোবাসার মাশুল! ভোপালের তরুণকে অপহরণ করে মারধর, খাওয়ানো হল প্রস্রাব, নির্মম নির্যাতনের ভিডিও ভাইরাল appeared first on Uttarbanga Sambad .
লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন
Check Voter Notice Online: সাধারণ ভোটারদের সুবিধার্থে এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড়সড় পদক্ষেপ করল ভারতের নির্বাচন কমিশন (ECI)। এবার থেকে 'এসআইআর' (SIR) সংক্রান্ত শুনানি বা কোনও নোটিশ জারি হয়েছে কিনা, তা জানার জন্য আর সরকারি দপ্তরে দৌড়াদৌড়ি করতে হবে না। স্রেফ একটি ক্লিকের মাধ্যমেই নিজের স্ট্যাটাস যাচাই করতে পারবেন ভোটাররা। অনলাইনেই মিলবে শুনানির হদিশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা এখন সরাসরি eci.gov.in পোর্টালে গিয়ে চেক করতে পারবেন তাঁদের নামে কোনও হেয়ারিং বা শুনানির নোটিশ রয়েছে কিনা। মূলত ভোটার তালিকায় নাম সংশোধন, সংযোজন বা কোনও অভিযোগ সংক্রান্ত বিষয়ে এই এসআইআর প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও পড়ুন- West Bengal Weather: বিদায়বেলায় শীতের আমেজ ফিকে, সরস্বতী পুজোয় কি তবে গরম? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট অনলাইনে নথি জমার সুযোগ শুধুমাত্র নোটিশ দেখাই নয়, কমিশন যদি কোনও নির্দিষ্ট নথি বা ডকুমেন্টস দাবি করে, তবে তাও এই পোর্টালের মাধ্যমেই আপলোড করা যাবে। ভোটারদের আপলোড করা সেই নথি সরাসরি অনলাইনে যাচাই (Verify) করে নেবে কমিশন। এর ফলে সময় যেমন বাঁচবে, তেমনই কমবে হয়রানি। আরও পড়ুন- Rokeya Prachy: 'রাস্তায় বেরোলে দেহ ৫ টুকরো করে ফেলবে!' ইউনূসের বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত রোকেয়া প্রাচী মোবাইল লিঙ্কিং বাধ্যতামূলক তবে এই পরিষেবাটি পাওয়ার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত রয়েছে। ভোটারদের মোবাইল নম্বরের সঙ্গে এপিক (EPIC) নম্বর বা ভোটার কার্ডের লিঙ্ক থাকা আবশ্যিক। কারণ, পুরো প্রক্রিয়াটি হবে ওটিপি (OTP) নির্ভর। এক নজরে নতুন পরিষেবার সুবিধাগুলি হল, নোটিশ জারি হয়েছে কিনা তা স্বচ্ছভাবে পোর্টালে দেখা যাবে। আরও পড়ুন- Madhyamik 2026: মাধ্যমিক ২০২৬, ভৌত বিজ্ঞানের প্রশ্ন নিয়ে চিন্তিত? ভাইরাল এই সাজেশনটি মিস করলেই পস্তাবেন! এছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তি সশরীরে উপস্থিত না হয়েও প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে পারবেন। নির্বাচন কমিশন অনলাইনেই নথি যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেবে। এই পদক্ষেপের ফলে শুনানির জন্য সরকারি অফিসে লাইনে দাঁড়ানোর ঝামেলাও কমবে।
বাংলা বলার ‘শাস্তি’, ছত্তিশগড়ে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল ৩ বাঙালি ছাত্রকে!
অভিযোগ, পুলিশি জিজ্ঞাসাবাদে হিন্দিতে কথা বলতে না পারায় ছত্তিশগড়ে তাদের আটকে রাখা হয়েছে। তাদের উদ্ধারের জন্য প্রশাসনিক স্তরে পদক্ষেপ নিচ্ছেন স্থানীয় তৃণমূল বিধায়ক।
Spain train crash |স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ হারালেন চালক সহ ২১, আহত শতাধিক
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ স্পেনের (Spain train crash) কর্ডোবা (Cordoba Train Crash) প্রদেশে রবিবাসরীয় সন্ধ্যায় ঘটে গেল এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগামী বেসরকারি ‘ইরিও’ ট্রেন এবং মাদ্রিদ-হুয়েলভাগামী রাষ্ট্রীয় ‘রেনফে’ ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কেঁপে উঠল আদম্যুজ (Adamuz Accident) শহর সংলগ্ন এলাকা। এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যুর […] The post Spain train crash | স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ হারালেন চালক সহ ২১, আহত শতাধিক appeared first on Uttarbanga Sambad .
অধরা স্বপ্নপূরণ! সৌরাষ্ট্রকে হারিয়ে প্রথমবার বিজয় হাজারে চ্যাম্পিয়ন বিদর্ভ
গত মরশুমে ফাইনালে পৌঁছেও লক্ষ্যপূরণ হয়নি। এবার অধরা সেই স্বপ্নপূরণ। অথর্ব তাইদের অনবদ্য সেঞ্চুরিতে দু'বারের ট্রফি জয়ী দল সৌরাষ্ট্রকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বিদর্ভ।
Kolkata Weather Today: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়েই সপ্তাহের শুরু থেকে রাজ্যে আবহাওয়ার ভোলবদল। সোমবার থেকেই চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। ফলে হাড়কাঁপানো উত্তুরে হাওয়ার যে দাপট গত কয়েকদিন দেখা গিয়েছিল, তাতে এবার ভাটা পড়ার মুখে। এক নজরে দেখে নিন আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া। বাড়ছে তাপমাত্রা, ফিকে হচ্ছে শীতের মেজাজ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সোমবার থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা গড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কনকনে ঠান্ডার যে আমেজ ছিল, তা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আরও পড়ুন- Rokeya Prachy: 'রাস্তায় বেরোলে দেহ ৫ টুকরো করে ফেলবে!' ইউনূসের বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত রোকেয়া প্রাচী সরস্বতী পুজোয় কেমন আবহাওয়া? আগামী শুক্রবার, ২৩শে জানুয়ারি পালিত হবে সরস্বতী পুজো। কাকতালীয়ভাবে ওই দিনটি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীও। বসন্ত পঞ্চমীর দিন বাঙালির এই উৎসবে শীতের দাপট খুব একটা থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। জমাটি শীতের বদলে এক মনোরম আবহাওয়া থাকবে ঠিকই, তবে কনকনে ঠান্ডা অনুভূত হবে না। আরও পড়ুন- Madhyamik 2026: মাধ্যমিক ২০২৬, ভৌত বিজ্ঞানের প্রশ্ন নিয়ে চিন্তিত? ভাইরাল এই সাজেশনটি মিস করলেই পস্তাবেন! উত্তর ও দক্ষিণবঙ্গের পরিস্থিতি দক্ষিণবঙ্গ:কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ থেকে পারদ ঊর্ধ্বমুখী। তবে আবহাওয়া বিদরা জানাচ্ছেন, শীত একেবারে উধাও হচ্ছে না। জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে শীতের হালকা রেশ বজায় থাকলেও, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পাকাপাকিভাবে শীত বিদায় নিতে পারে। আরও পড়ুন- Sundarbans: সুন্দরবনে আনন্দভ্রমণ বদলে গেল বিষাদে, মাঝরাতে মাতলা নদীতে তলিয়ে নিখোঁজ পর্যটক উত্তরবঙ্গ: দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় এখনও হাড়কাঁপানো ঠান্ডার আমেজ বজায় রয়েছে। দার্জিলিঙে আরও কয়েকদিন এই পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
India vs New Zealand: মাস দেড়েক আগের ঘটনা। আরও নিখুঁতভাবে বলতে গেলে, ৬ ডিসেম্বর ২০২৫। বিশাখাপত্তনমে রোহিত শর্মা (Rohit Sharma) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৫ রানের একটি ধামাকাদার ইনিংস খেললেন। ওই একই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক যথাক্রমে ৫৭ এবং ১৬ রানের আরও দুটো ইনিংস উপহার দেন। তিন ম্যাচে তার ব্যাট থেকে বেরিয়ে আসে মোট ১৪৮ রান। গড় ৪৯.৩৩। এই সিরিজের পর প্রশংসার বন্যায় বয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। আরও পড়ুন: Rohit Sharma and Virat Kohli Next ODI Series: আগামী ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না রোহিত-কোহলিকে! কোন সিরিজে করবেন কামব্যাক? নিউজিল্যান্ডের বিরুদ্ধে জঘন্য পারফরম্যান্স এরপর বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে দুটো ম্যাচ খেলেছিলেন রোহিত। সিকিমের বিরুদ্ধে ১৫৫ রান করলেও, উত্তরাখণ্ডের বিরুদ্ধে তিনি শূন্য রানে প্যাভেলিয়নে ফিরে যান। আশা করা হয়েছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হয়ত আবারও সেই পুরনো মেজাজে দেখতে পাওয়া যাবে। কিন্তু, তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে রোহিত মাত্র ৬১ রান করলেন। আরও পড়ুন: Rohit Sharma Record: রোহিতের রেকর্ডের দিনে লজ্জার হার, চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত শর্মা যথাক্রমে ২৬, ২৪ এবং ১১ রান করেছেন। একটা হাফ সেঞ্চুরিও তার ব্যাট থেকে দেখতে পাওয়া যায়নি। টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে তো বলেই দিয়েছিলেন, প্রথম দুটো ম্যাচে রোহিতকে ছন্দে দেখতে পাওয়া যায়নি। এই মন্তব্য অনেকেরই গায়ে লেগেছিল। কিন্তু, তৃতীয় ম্যাচে তিনি চওড়া ব্যাটে এই সমালোচনার যোগ্য জবাব দিতে পারলেন না। আরও পড়ুন: Rohit Sharma Record: ডবল ধামাকা টিম ইন্ডিয়ার, ভারতের জয়ের দিনে 'আগুন' রেকর্ড রোহিতের সত্যি কথা বলতে কী, কথাটা একেবারেই ভুল বলেননি রায়ান। এই সিরিজে রোহিতকে একেবারেই ছন্দে দেখতে পাওয়া যায়নি। গত বছর ২৬ ডিসেম্বর রোহিত শেষ প্রতিযোগিতামূলক ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন। অনেকেই মনে করছেন, সময়ের এই শূন্যস্থানের কারণেই রোহিত নিজের ছন্দ ফিরে পাচ্ছেন না। যদিও এই তত্ত্বকে খুব একটা আমল দেওয়াও নির্বোধের কাজ হবে। কারণ রোহিত এখন কেরিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে রয়েছেন। এত বছর ধরে ব্যাট হাতে তিনি ২২ গজের যে রেকর্ড কায়েম করেছেন, এক কথায় অতুলনীয়। ফলে একবার রান ব্যাটে আসতে শুরু করলেই আশা করা যায় সেই পুরনো শর্মা'জিকে আবারও দেখতে পাওয়া যাবে। আরও পড়ুন: Rohit Sharma Angry: ভারতীয় সমর্থকদের 'অভদ্র' আচরণ, রেগে আগুন রোহিত শর্মা! দেখুন ভিডিও কেন রান পাচ্ছেন না রোহিত? কেন রোহিত রান পাচ্ছেন না, তার উপযুক্ত কোনও জবাব আপাতত কারোর কাছেই নেই। প্রত্যেকটা ম্যাচই তিনি বোলারদের আক্রমণ করতে গিয়েছেন। কিন্তু, ঠিকঠাক শট নির্বাচন করতে পারেননি। শেষ পর্যন্ত আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে এসেছেন। উল্লেখ্য, ২০১২ সালের পর এটাই রোহিতের কেরিয়ারে সবচেয়ে খারাপ ওয়ানডে সিরিজ। ২০১২ সালে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। সেই সময় ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হিটম্যান মাত্র ১৩ রান করেছিলেন। পরপর দুটো ম্যাচে তিনি শূন্য রানেও আউট হয়ে যান। আপাতত রোহিত শর্মাকে ২০২৬ আইপিএল টুর্নামেন্ট খেলতে দেখা যাবে। এই টুর্নামেন্টে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে আগামী জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী ওয়ানডে সিরিজ খেলতে নামবেন রোহিত। এই ৬ মাসের বিরতির পর কিভাবে তিনি কামব্যাক করেন, সেটাই আপাতত দেখার।
Gautan Gambhir Coaching Report Card: কোচ গম্ভীরের উপর বাড়ল কলঙ্কের বোঝা, আর কতদিন বইবে ভারত?
Gautam Gambhir: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের কোচিং থেকে ইস্তফা দিয়েছিলেন। তারপর সেই সিংহাসনে বসানো হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর একাধিক রেকর্ড কায়েম করেছেন গম্ভীর। কিন্তু সমস্যা হল, প্রত্যেকটা রেকর্ডই যথেষ্ট লজ্জার। এবার সেই তালিকায় যুক্ত হল, ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দেশের মাটিতে পরাজয়। গত বছর গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করার পরই, অক্টোবর মাসে ভারত সফরে এসেছিল নিউজিল্যান্ড ক্রিকেট। সেই সময় তিন ম্যাচের টেস্ট সিরিজে কিউয়িরা টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করে চলে যায়। প্রসঙ্গত, ১৯৫৫-৫৬ মরশুমে প্রথমবার ভারত সফরে এসেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। তারপর থেকে তারা একবারও টিম ইন্ডিয়াকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করতে পারেনি। কিন্তু, গম্ভীরের কোচিংয়ে সেই ষোলো কলা পূর্ণ হয়েছে। পরের বছর অর্থাৎ ২০২৫ সালে গম্ভীরের ছাত্ররা চ্যাম্পিয়ন্স ট্রফি এশিয়া কাপের খেতাব জয় করল। এমনকী, ইংল্যান্ডের মাটিতে তারা টেস্ট সিরিজ ড্র করে আসে। যদি কেউ মনে করেন, গম্ভীরের কোচিংয়ে ভারত মাত্র একবারই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে, তাহলে সেই ভাবনা নিতান্তই ভুল। কারণ গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টিম ইন্ডিয়া দ্বিতীয়বার হোয়াইটওয়াশ হয়। এবার অবশ্য ২-০ ব্যবধানে। আরও পড়ুন: 3 Cricketers Behind Team India Loss: ইন্দোরে লজ্জার হার টিম ইন্ডিয়ার, দায়ী এই ৩ ভারতীয় ক্রিকেটার! এরপর টেস্ট ক্রিকেট দলের কোচ হিসেবে গম্ভীরের যোগ্যতা ঠিক কতখানি, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। যদিও সেই সময় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গম্ভীরের পাশে দাঁড়ায়। কিন্তু সাদা বলের ক্রিকেটে 'হেডস্যার' গম্ভীরের যোগ্যতা নিয়ে কেউ কখনও প্রশ্ন তোলেননি। তবে এবার সেই প্রশ্নটাও উঠতে শুরু করেছে। কারণ, এই প্রথমবার ভারতের মাটিতে নিউজিল্যান্ড কোনও ওয়ানডে সিরিজ জিতল। তৃতীয় সারির নিউজিল্যান্ড দলকেও হারাতে পারল না টিম ইন্ডিয়া! এবার নিউজিল্যান্ডের যে ক্রিকেট দলটা ভারতে এসেছে, সেটাকে তৃতীয় সারির দল বলাই ভাল। কারণ এই দলে খেলছেন না কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, উইল ও'রুরকি, ম্যাট হেনরি, টম লাথাম, মার্ক চাপম্যান এবং নাথান স্মিথ। তা সত্ত্বেও ভারত ২-১ ব্যবধানে এই সিরিজ হেরে গেল। যদিও এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেলকে। যদিও নিউজিল্যান্ডের তুলনায় এই সংখ্যাটা একেবারেই কম। আরও পড়ুন: IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন এই সিরিজে নিউজিল্যান্ডের হয়ে ডেবিউ করেছিলেন জেডন লিনাক্স এবং ক্রিশ্চিয়ান ক্লার্ক। ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে মিচেল হে এবং জাক ফোক্স দুজনে মিলে মোট ১৩ ম্যাচ খেলেছিলেন। কিন্তু, তা সত্বেও ৩ ম্যাচের মধ্যে দুটোতেই ভারতকে কার্যত নাস্তানাবুদ করে দেন। আরও পড়ুন: IND vs NZ 3rd ODI Shubman Gill Captaincy: একেবারে জঘন্য ক্যাপ্টেন্সি, সেই পুরনো 'গলদ' আওড়ালেন শুভমান! টিম ইন্ডিয়ার পরিকল্পনা নিয়ে একাধিক প্রশ্ন এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল, তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজকোটে নীতিশ কুমার রেড্ডিকে মাত্র ২ ওভার বল করানো হল। আর ইন্দোরে প্রথম ৩৯ ওভারের মধ্যে কুলদীপ যাদব মাত্র করলেন তিনটে ওভার। রবীন্দ্র জাদেজা কোনও উইকেট শিকার করতে না পারলেও, মিডল ওভারে তাঁকেই ক্রমাগত ব্যবহার করে যাওয়া হল। আর আয়ুশ বদৌনি তো সুযোগই পেলেন না। আরও পড়ুন: IND vs NZ 2nd ODI Highlights: রাহুলের পাল্টা সেঞ্চুরি মিচেলের, একাই ছিনিয়ে নিলেন ভারতের গ্রাস অনেকেই হয়ত বলবেন, একটা সামান্য সিরিজ হারের জন্য এত সমালোচনার কী দরকার? কিন্তু, গম্ভীর হেড কোচ হয়ে আসার পর দল নির্বাচন নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। পাশাপাশি এই সিরিজের তিনটে ম্যাচে ড্যারিল মিচেল ভারতীয় বোলারদের ঘুম কেড়ে নিলেন। কেন কুলদীপ তাঁকে রাউন্ড উইকেটে বল করলেন না? জাদেজা কি আরও খানিকটা গতি বৈচিত্র করতে পারতেন না? ওয়াশিংটনের বিকল্প হিসেবে কেন একজন পেশাদার স্পিন বোলারকে নেওয়া হল না? এইসব প্রশ্নের উত্তর আজও অজানা।
Bangladesh Crisis: অস্কার প্রতিযোগিতাতেও তাঁর একাধিক ছবি মনোনয়ন পেয়েছিল। বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তথা আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেত্রী রোকেয়া প্রাচী (Rokeya Prachy) মুখোমুখি হয়েছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধির। জঙ্গি কার্যকলাপ থেকে অরাজকতা, লাগাতার হিন্দু ও আওয়ামী লীগ কর্মীদের ওপর নির্যাতন, বাংলাদেশের নির্বাচন, পাশাপাশি মব কালচার নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন রোকেয়া প্রাচী। ইউনূসের বাংলাদেশে কি চলছে? ক্রিমিনাল গ্যাংরা এখন দাপিয়ে বেড়াচ্ছে সারা দেশ জুড়ে। বহু ক্রিমিনালকে জেল থেকে বের করে এনে, তাদের গ্যাং দিয়ে অপরাধ ঘটানো হচ্ছে। ৭১ সালের পরাজিত শত্রুরাই এখন দেশের দখল নিয়েছে। বাংলাদেশ এখন অপরাধী ও জঙ্গিদের হাতে। যা পরিচালনা করছেন মহঃ ইউনূস (Muhammad Yunus)। সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে যা এসেছে তা চার ভাগের এক ভাগ মাত্র। ছাত্র লীগ করার অপরাধে বাড়ির মা-মেয়েদের ওপর নির্মম অত্যাচার করছে। রেপ,অত্যাচার করে সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। সন্ত্রাসের নমুনা ছড়িয়ে দিয়ে আরও সন্ত্রস্ত করে তোলা হচ্ছে। 'মব কালচার' চলছে দেশজুড়ে... বাংলাদেশে এখন মব ক্যালচার, জঙ্গি কালচার চলছে। প্রকাশ্যে বলছে পুলিশ মেরেছে। ৪৫০টা থানা পুড়িয়ে দিয়েছে। কারাগার থেকে অস্ত্র লুঠ করেছে। জঙ্গি ও ফাঁসির আসামিদের বের করে নিয়েছে। এই অপরাধের জন্য কোনও শাস্তি হবে না। জঙ্গি, ক্রিমিনালরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। থানা পোড়ানোর কথা বলছে। পুলিশ প্রশাসন কিছু বলছে না। আসলে ইউনূস তাদের জনক। প্রথম আলো, ডেইলি স্টার পোড়ানোর সময় কেন ধরেনি? ইউনূস চায় মব রাজনীতি থাকুক। জামাতে ইসলামী জঙ্গি, পৃথিবীর বিভিন্ন জায়গার জঙ্গি এখন বাংলাদেশে তান্ডব করছে। উল্টে যার বাড়িতে ভাঙচুর, হামলা করা হচ্ছে, তাঁর বিরুদ্ধেই মামলা করছে, তাঁকেই গ্রেফতার করছে। আরও পড়ুন- Pm Modi Singur Rally: ‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’, সিঙ্গুরে দাঁড়িয়ে ‘মহা জঙ্গলরাজ’ খতমের ডাক মোদীর সংস্কৃতির হাল? উদীচী, ছায়ানটের ওপর হামলা ও ভাঙচুর হয়েছে। সংস্কৃতি কর্মীরা দেশে থাকতে পারছে না। কোনও কাজ করতে পারছে না। কেউ নিরাপদে নেই। মুক্তি যুদ্ধের সপক্ষের শিল্পীদের নামে ভুরি ভুরি মিথ্যা খুনের অভিযোগ দিয়েছে। আমার নামেও খুনের কেস আছে। আমি নাকি চার-পাঁচটা খুন করেছি! বাংলাদেশ আওয়ামী লীগের ওপর সব থেকে বেশি রাগ। আওয়ামী লিগের সংস্রব থাকলেই হামলা হবে। স্কুলগুলিতে গান ও খেলার শিক্ষকদের পোস্ট তুলে দেওয়া হচ্ছে। জেমস পর্যন্ত শো করতে পারেননি। কেউই অনুষ্ঠান করতে পারছে না। পাকিস্তানের শিল্পীরা হিন্দী গান করলে সমস্যা নেই। তবে ভারত বিদ্বেষ চলবে। তৌহিদী জনতার মেয়েদের বিরুদ্ধে ফতোয়া জারি করাই কাজ। নারী সংস্কার কমিটি গড়েছে এই সরকার। তার নামে চলছে নারীদের ওপর অত্যাচার। গত বছর ৫ অগাস্টের পর আপনি তো কোনও কাজ করতে পারছেন না। কি বলবেন? নতুন কাজ তো হচ্ছেই না। আমার করা কাজ এড়ানোর অপচেষ্টা করছে। আমি স্বাভাবিক জীবনেই ফিরতে পারছি না। আমি রাস্তার বের হলে আমার দেহ পাঁচ টুকরো পাঁচ জায়গায় পাওয়া যাবে। আমি ঘরেই থাকতে পারব না। ওরা কেউ মানুষ না। মুক্তি যুদ্ধের সপক্ষে, বঙ্গ বন্ধুর পক্ষে কিছু বলতে পারব না। আইন আদালত নয়, ইউনূসের মব বাহিনী আমাদের বিচার করবে। মব আমাকে মেরে ফেলবে, কাপড় ছিঁড়ে ফেলবে, তারপর ভিডিও করে সোশাল মিডিয়ায় আপলোড করবে। শান্তিতে ঘুমাতেও পারবো না। বাড়িতে থাকতে পারবো না। কাজের তো কোনও কথা নেই। আরও পড়ুন- Sundarban: এজেন্ট ছাড়াই সুন্দরবন? কীভাবে যাবেন, কোথায় থাকবেন? জানুন কম খরচে রাজকীয় ভ্রমণের গোপন টিপস! কোটা আন্দোলনের আদৌ উদ্দেশ্য কি ছিল? কি হয়েছিল তখন? প্রথম যখন কোটা আন্দোলন হয়েছে তা রাষ্ট্র মেনে নিয়েছিল। কোটা ছিল একটা আছিলা। জনগনকে চিট করে রাস্তায় নামাবে। তারপর লাশ ব্যবহার করবে। ওরা স্নাইপার শট ব্যবহার করেছে। ৭.৬২ বুলেট কোথা থেকে কি ভাবে ব্যবহার হল? স্নাইপার শটের অ্যাঙ্গেলগুলো কি, ড্রোন ক্যামেরা, গ্রাফিক ডিজাইন করেছে। কি করে সম্ভব ওই ভিডিও পাওয়া। সমস্ত খুনই মেটিকিউলাস ডিজাইনের অন্তর্ভুক্ত। ওরা কিন্তু পোস্টমর্টেম করতেও দেয়নি। ৫ অগাস্ট চক্রান্ত সফল হল। তখনও বলা হল লাশের তদন্ত হোক, ঠিকানা দাও, কারা তাঁরা। সব টার্গেটেড ছিল। পোস্ট মর্টেম করতে দেয়নি। আমরা চেয়েছিলাম পোস্ট মর্টেম হোক। কেউ পাউরুটি আটকে স্ট্রোক করে মারা গিয়েছে, কেউ জ্বরে মারা গিয়েছে, কেউ রোগে মারা গিয়েছে। তাঁরা সবাই জুলাই শহিদ। শহিদ হয়েও ফিরে এসেছে ৫৬ জন। কোনও পরিবার আবার জানেই না তাঁদের পরিবারের কেউ শহিদ হয়েছে। ওই বাড়ির ছেলেকে মেরে আমরা যে আসামি তাও ওই বাড়ির লোকেরা জানে না। এগুলি সবই মেটিকিউলাস ডিজাইন করা। একেবারে ড্রামাটাইজ। সব করেছে ইউনূসের মদতে। ডিজাইনার হাউজ, কনটেন্ট ক্রিয়েটার, প্রডিউসার দিয়ে এই সব করেছে। ডিজিট্যাল প্রযুক্তি ব্যবহার করেছে। যার জন্য ১৭ কোটি টাকা বছরে খরচ করছে। আমাদের আইডি নষ্ট করা এদের অন্যতম কাজ। একটা প্রতিষ্ঠান জ্বালাতে কি গান পাউডার লাগে, কেমন প্রস্তুতি লাগে, এক যোগে পুরো বাংলাদেশ পুড়িয়ে দিতে এত সরঞ্জাম কোথায় পেল শিক্ষার্থী ও সাধারণ জনতা। এটা কি সম্ভব? কখনও না। ৫ তারিখের পর বিএনপি বলেছে, এই আন্দোলন আমরা সৃষ্টি করেছি, আমরা বড় সহযোগী, আমরা অর্থ দিয়েছি, সহযোগিতা করেছি। হিজবুত তাহিরি বলেছে আমরা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইট অফ করে গ্যাং রেপ করা হয়েছে বলে মিথ্যা প্রোপাগান্ডা করেছে। কখনও কিশোর টোকাই গ্যাংককে ভাড়া করেছে। সাধারণ মানুষ মারলে ৭ হাজার, পুলিশ মারলে ১০ হাজার, অফিসার মারলে ২০ হাজার। পুরো রেট করা ছিল। অর্থ নিয়ে ক্রিমিনাল গ্যাংগুলো এসব কাজ করেছে। আরও পড়ুন- Abhishek Banerjee: ‘দিল্লির জল্লাদদের কাছে মাথা নত করব না’, মোদীর ‘পালটানো দরকার’ স্লোগানে বারুদ ঠাসলেন অভিষেক ১৪ অগাস্ট ধানমন্ডীতে কি ঘটেছিল? আমি বলেছিলাম আমি বাংলাদেশেই থাকবো। আমি ধানমন্ডীতেই যাব। এটা সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলাম। তখন জবাই শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশে। ধানমন্ডী ৩১ দাউ দাউ করে জ্বলছে সেটা নিতে পারছিলাম না। ওই ঘটনা সভ্য়তাকে হারিয়ে দিচ্ছিল। বাংলাদেশকে তারা লজ্জিত করেছে। প্রতিবাদ না করলে সারা জীবন আমি নিজের দিকে তাকাতে পারব না। আমি নিজেও হামলার আশঙ্কা করছিলাম। অনেকে বলছিল দেশের বাইরে চলে যেতে। মৃত্যু তো যখন তখন ঘটতে পারে। তখন আমার জীবন ও মৃত্যুর মাঝের পথ। ১৪ তারিখে অবস্থান করব, ১৫ তারিখ অবধি থাকব। ওই দিন আমি একাই বসেছিলাম। তখন অনেকের সম্মতি থাকলেও সরাসরি সামনে আসতে পারছে না। তখন অনেকে আমাকে ধমকানো শুরু করেছে। ১০০-১৫০ লোক এল। আমরা শ্রদ্ধা জানালাম, স্লোগান চলল, মোমবাতি জ্বালালাম। অনুষ্ঠান শেষ হতেই একদল লোক এল। মারতে মারতে সবাইকে বের করে দিল। ছবি ভেঙে দেওয়ার পর আমি চিৎকার করলাম। তখন আমাকে সেই সন্ত্রাসী মব ঘিরে ছিল। একজন বলল তোর এত সাহস। লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করছিল। আমার হাতে এত জোরে মারল যে ছবিটা পড়ে গেল। এক ক্যামেরাম্যানকে মারতে শুরু করলো। আমাকে যাতে না মারে তার জন্য মারমুখীদের পা পর্যন্ত ধরেছে সে। দুজন আমাকে প্রাণে বাঁচিয়েছে। আমাকে ধাক্কা দিতে থাকে ফেলে পেটানোর জন্য। তারপর কোনও ভাবে ওই দুই ছেলেকে নিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হই। আমাকে টান দিয়ে নিয়ে যায় তারা। আমার জন্য ওই যুবক প্রচুর মার খেয়েছে। দেড় ঘণ্টা আতঙ্কে প্রাণ হাতে নিয়ে ধানমন্ডী এলাকার রাস্তায় রাস্তায় ঘুরেছি। 'মব' কারা? এরা সব জঙ্গি। জেল থেকে ছাড়িয়ে নিয়েছে। এদের হাতে প্রচুর অস্ত্র। বাইরে থেকে অস্ত্র এসেছে। আমাদের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক অনেকেই এদের সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের মধ্যে শিবিরের লোক ছিল। আমাদের থেকে বেশি ফারুকি ও তার স্ত্রীর সঙ্গে নেত্রীর ছবি আছে। তারা এজেন্টের কাজ করে পাউন্ড, ডলার পেয়েছে। ৫ তারিখের পর বাংলাদেশকে জঙ্গি, ক্রিমিনালদের অভয়ারন্য করে দিয়েছে। আওয়ামী লীগের রাজত্বে তাঁরা পড়াশুনা করেছে। ইউনূস বলেছেন রিসেট বাটান দেবেন। ইতিহাস পাল্টে দেবেন। উনি উসকাচ্ছেন আওয়ামী লীগের কর্মীদের নিধন করার জন্য়। আওয়ামী লীগ নিশ্চিহ্ন করাই এখন ইউনূস সরকারের মূল কাজ। আরও পড়ুন- Pm Modi Singur Rally:'১০৯ + ৭৭ কত হয়?' আসন্ন বিধানসভা ভোটের ফল নিয়ে সুকান্তর নয়া সমীকরণ এখন রীতিমতো চর্চায়! আপনার পরিবার কি মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিল? আমার বাবা ও দুই চাচা মুক্তি যোদ্ধা। আমাদের গ্রামের বাড়ির গেটে মুক্তি যোদ্ধা লেখা রয়েছে। বঙ্গ বন্ধু বেঁচে থাকার সময় বাবা শ্রমিক লীগের সভাপতি ছিলেন। ১৯৮১ সালে বাবাকে আক্রমণ করেছিল। দীর্ঘদিন জখম ছিলেন। আমাদের বাড়ি তখনও ভাঙচুর হয়েছে। ১৯৭১-এর পরাজিত শত্রুরা সব সময় নৃশংস। মাঝখানে তারা ঘাপটি মেরেছিল। ১৬ ডিসেম্বর আমরা বিজয় উল্লাস করেছি, ভেবেছিলাম তারা ভদ্র হয়ে গিয়েছে। ওই দিন তারা প্রতিজ্ঞা করেছে প্রতিশোধ নেবে বলে। ৭৫ সালে চক্রান্ত হয়েছে। জঙ্গি হামলা বাংলাদেশে তারাই করেছে। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে জঙ্গি শূন্য করেছিলেন। সার্বভৌমত্বে আপোষ করেননি। শেখ হাসিনাকে সরানো দরকার ছিল। আসলে কোটা কোটা কোনও আন্দোলন নয়, বহত্তর ষড়যন্ত্র। ১৯৭১ সালে তারা পরাজিত হয়েছিল। সেটা মানতে পারেনি। কিন্তু কেন ভারত বিদ্বেষ, ভারত আমাদের সহযোগী ছিল, ভারত আমাদের মিত্র ছিল। ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন অভিযোগ করছে। তাহলে ভারতের সঙ্গে যে সব চুক্তি হয়েছিল তা বাতিল কেন করল না। সেভেন সিস্টার নিয়ে যা বলছে তাও পাকিস্তানের প্রেসক্রিপশন। হাদিকে আইকন করছে বাংলাদেশের একাংশ। কি বলবেন? ৫ অগাস্টের আগে হাদি কেউ ছিল না। হাদি একটা লাশ। হাদিকে প্রোজেক্ট করল। অশ্রাব্য গালি দেওয়া হাদির বৈশিষ্ট্য। হাদিকে দিয়ে জামাত ও মৌলবাদ গৌষ্ঠীর রাস্তা দখল করা কাজ। হাদিকে আইকন করা হয়েছে জঙ্গি তৈরি করার জন্য। বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের পাশে তাকে কবর দেওয়া হয়েছে। হাদির মাধ্যমে দেশের মানুষকে আবার সন্ত্রস্ত করল। আনসার উল্লা বাংলা ভাই এখন সক্রিয়। রাজনৈতিক মেটিকুলাস ডিজাইন পার্ট ২তে হাদির লাশ দরকার ছিল। হিন্দুদের কি অবস্থা? বাংলাদেশকে হিন্দু শূন্য শুধু নয়, এক ধরনের নির্যাতন করছে। শারীরিক ও মানসিক নির্যাতন করছে। মানসিক নির্যাতন মৃত্যুর থেকেও কঠিন। নির্বাচনে কি হবে? এই পার্ট টুতে নির্বাচন নিয়ে ইউনূস খেলছে। বিএনপি বা জামাত প্রধানমন্ত্রী হবে। এই নির্বাচন অবৈধ, সরকার অবৈধ, জুলাই সনদ অবৈধ। গণভোট করতে হবে। বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল সরকার হবে। সেনাবাহিনী, নৌবাহিনী তিনি নিয়ন্ত্রণ করবেন। নির্বাচন হলেও বা নাহলেও তাঁর ক্ষমতা থাকবে। পার্ট টুতে গণভোট নিয়ে ক্ষমতায় থাকবে। লোকটার বয়স ৮৫। ইনি ইনোসেন্ট! একেবারেই না। মানি লন্ডারিং থেকে নানা অভিযোগে অভিযুক্ত তিনি। এযাবত কালের গণহত্যা, রেপ, ধংসের নায়ক তিনি। বিএনপি ইউনূসের ছকে গড়া গর্তে পরে গেল। আওয়ামী লীগের কর্মীদের কি অবস্থা? তারা মিছিল করছে। তারা নেত্রীর দিকে তাকিয়ে প্রস্তুত হয়ে আছে। তবে ১০ লক্ষ লোক নিয়ে ক্ষমতা দখল করবে না। সবাই যার যার জায়গায় প্রস্তুত। আওয়ামী লীগ নির্বাচনে যেতে যায়। কিন্তু আওয়ামী লিগকে নেত্রী বলেছেন প্রস্তুত থাকো। ৭ মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন প্রস্তুত থাকতে। দেশ স্বাধীন করতে। নির্বাচনের জন্য প্রস্তুত থাকো, আন্দোনের জন্য প্রস্তুত থাকো। হয়তো রিক্সা চালক বা যে কোনও ক্ষেত্র থেকে আন্দোলন হতে পারে। ২৪ লক্ষ নারী শ্রমিক অর্থনৈতিক ভাবে সাবলীল ছিলেন। এখন তাঁরা ভালো নেই। এমনও হতে পারে বাংলাদেশে আওয়ামী লীগের ১০ লক্ষ লোক রাস্তায় নামবে না। ভুক্তভোগী ১০ লক্ষ লোক রাস্তায় নামবে। গণঅভ্যুত্থান হতে পারে। কতটা পিছিয়ে গেল বাংলাদেশ? শিক্ষা- শূন্যের কোটায়। বাইরের দেশের মানুষ ভয় পায় শিক্ষার্থীদের। বিদেশে গেলে আরও খারাপ কাজ করবে। আমদানি, রপ্তানি, ব্যাংক, শেয়ারবাজার শূন্যের কোটায় গিয়েছে। বাংলাদেশ দুর্বিক্ষের মধ্যে দাঁড়িয়ে আছে। অর্থনীতিতে ৫০ বছর পিছিয়ে গিয়েছি। ইসলামিক উগ্র মৌলবাদের আশ্রয়স্থল এখন বাংলাদেশ। যুদ্ধ অপরাধী, জঙ্গির গলায় ফুলের মালা পড়ছে। কি প্রেজেন্ট করছে এই দেশ? শাহবাগে দাঁড়িয়ে আনসার উল্লা ভাইয়ের একজন মোটিভেশন বক্তব্য় রাখছে। যেভাবে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে তাতে এটা ঠিক করতে বাংলাদেশের আরও ৫০ বছর লাগবে। পাকিস্তান তো বাংলাদেশটাকে নিয়ে নিতে পারবে না। তারা আমাদের দেশকে ধংস করবে।
Spain Train Accident: আইরো হাই স্পিড ট্রেন ৩০০-রও বেশি যাত্রী ছিল। উল্টোদিকে, রেনফে সার্ভিসের ট্রেনে কমপক্ষে ১০০ জন যাত্রী ছিল দুর্ঘটনার সময়। মুখোমুখি সংঘর্ষের জেরে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। রেনফে ট্রেনের চালকেরও মৃত্য়ু হয়েছে। আহত ১০০ জন যাত্রীর মধ্যে ২৫ জনের অবস্থা সঙ্কটজনক।
SRK-King: ৪৫ দিনের ব্যবধান রেখে ‘রামায়ণ’ এড়াল ‘কিং’? কবে রিলিজ করছে শাহরুখের ছবি?
ডাঙ্কি ছবির পর, আর তাঁকে বড়পর্দায় দেখা যায়নি। তবে, মেয়ের সঙ্গে যে আসন্ন ছবিতে কজ করছেন, একথা রটেছে বহুদিন। জন্মদিনে, টিজার লঞ্ছ করেছেন কিং ছবির। শাহরুখ এবছর আবারও পর্দায় খেলা দেখাতে চলেছেন। বলিউড হাঙ্গামা জানিয়েছে যে শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দের বহু প্রতীক্ষিত অ্যাকশনফিল্ম ‘কিং’ অবশেষে রিলিজ করছে। নির্ভরযোগ্য শিল্পসূত্র অনুযায়ী, শাহরুখ এবং সিদ্ধার্থ মুক্তির তারিখ নিয়ে গত কয়েক মাস ধরে বিস্তারিত আলোচনা করছিলেন। তাঁদের সামনে মূলত দুটি অপশন ছিল- ৪ ডিসেম্বর ২০২৬ অথবা ২৫ ডিসেম্বর ২০২৬। সব দিক বিচার–বিশ্লেষণ করে শেষ পর্যন্ত তাঁরা বড়দিনের উৎসবের সময়কে বেছে নিয়েছেন। এমনিও, এবছর দীপাবলিতে রিলিজ করছে রামায়ণ। Rupanjana Mitra: কেন বিজেপি ছাড়লেন রুপাঞ্জনা? অভিনেত্রী বললেন, 'ভেতরে ঢুকেই বুঝতে পারলাম...' সূত্রের মতে, ‘কিং’–কে ৪ ডিসেম্বর মুক্তি না দেওয়ার বিশেষ কারণ রয়েছে। ওই সময়েই প্রেক্ষাগৃহে আসছে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’, যা শিল্পমহলে ব্লকবাস্টার সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। শাহরুখ ও সিদ্ধার্থ দু’জনেই চেয়েছিলেন, দুটি বড় ছবি, যেন একে অপরের ব্যবসায়িক পরিসরে ধাক্কা না দেয়। রামায়ণের বিশাল পরিসর, বাজেট এবং দর্শক- আকাঙ্ক্ষা বিবেচনা করে তাঁরা সিদ্ধান্ত নেন- একই মাসের ভিড় এড়ানোই বুদ্ধিমানের কাজ। এই কারণে ‘কিং’–এর মুক্তির তারিখ পিছিয়ে ৩০-৪৫ দিনের ব্যবধান তৈরি করা হয়েছে, যাতে দু’টি ছবিই নিজ নিজভাবে যথাযথ বক্স অফিস স্পেস পায়। সূত্র বলছে, শাহরুখ খান এই সিদ্ধান্তকে ব্যক্তিগতভাবে সমর্থন করেছেন, কারণ ভারতীয় পুরাণভিত্তিক ছবির প্রতি দেশে যে আবেগ আছে, তার প্রতি শ্রদ্ধা রেখেই তাঁরা পরিকল্পনা সাজিয়েছেন। Dev Viral Video: স্টেজের নিচে বসেই কেঁদে ফেললেন তরুণী, দেবের ভাইরাল ভিডিওতে উন্মাদনা চরমে ক্রিসমাস উইকেন্ড বেছে নেওয়ায় শাহরুখ খানের জন্য বড় বাণিজ্যিক সুবিধাও তৈরি হয়েছে। সাধারণত বড়দিনের সময় হিন্দি ছবির ভিড় কম থাকে এবং দর্শকদের উৎসব–মুখর পরিবেশে বড় স্কেল অ্যাকশন বা স্টার–ড্রাইভেন সিনেমা উপভোগ করার প্রবণতা থাকে। এই সময়ে হলিউডের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এক সপ্তাহ আগে মুক্তি পেলেও তা মূলত ফ্রন্ট–লোডেড ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে। ফলে শাহরুখ খান, ভারতীয় বাজারে তুলনামূলকভাবে বেশি সংখ্যক পর্দা ও শো পাওয়ার সুযোগ পেতে পারেন। ‘কিং’–এর অফিসিয়াল মুক্তির তারিখ ঘোষণা আগামী সপ্তাহেই আসতে পারে বলে শিল্পমহলে জোর আলোচনা চলছে। শাহরুখ ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় খুশির খবর, কারণ ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ‘কিং’ তাঁর অ্যাকশন–ইমেজকে আরেক ধাপ উপরে নিয়ে যাবে বলে ধরে নেওয়া হচ্ছে।
Gaza Board of Peace: গাজাকে নতুনভাবে গড়বে ‘বোর্ড অব পিস’, ভারতকে আমন্ত্রণ ট্রাম্পের
India Invited to be a Part of Gaza's Board of Peace: ভারত এই বোর্ডের সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছে। ইজরায়েল এবং প্যালেস্তাইন- দুই দেশেরই ভারতের সঙ্গে ঐতিহাসিক যোগ রয়েছে। ইজরায়েলের সঙ্গে যেমন সামরিক ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, তেমনই আবার সময়ে সময়ে প্যালেস্তাইনকে সাহায্য, ত্রাণ পাঠিয়েছে ভারত।
WBBSE: সামনে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় ভালো ফল করার টেনশন এখন তুঙ্গে। শিক্ষক-শিক্ষিকারা বরাবরই পরামর্শ দেন পাঠ্যবই খুঁটিয়ে পড়ার। কারণ পাঠ্যবই নখদর্পণে থাকলেই যে কোনও প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়। তবে পরীক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে যদি অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ মেনে কিছু বাছাই করা প্রশ্নের ওপর জোর দেওয়া যায়, তবে প্রস্তুতিতে অনেকটাই সুবিধা হয়। আসন্ন ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ভৌত বিজ্ঞানের একটি বিশেষ সাজেশন প্রস্তুত করেছেন পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুর মানগোবিন্দ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোমনাথ গুপ্ত। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তাঁর এই সাজেশন। পরীক্ষার্থীদের সুবিধার্থে নিচে অধ্যায়ভিত্তিক সেই সম্ভাব্য প্রশ্নগুলি আলোচনা করা হলো। মাধ্যমিক ২০২৬: ভৌত বিজ্ঞান সাজেশন অধ্যায় ১: পরিবেশের জন্য ভাবনা সৌরশক্তির উৎস কী? মিথেন হাইড্রেট কী? এর সংকেত লেখো। ‘সুইট গ্যাস’ বা মিষ্টি গ্যাস নামে কোন গ্যাসটি পরিচিত? ওজোন স্তর ক্ষয়ের মূল কারণ কী? বিশ্ব উষ্ণায়নের দুটি কারণ, দুটি ফলাফল এবং দুটি নিবারণের উপায় লেখো। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কী? বেতার তরঙ্গ ও মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? আরও পড়ুন- Madhyamik 2026:মাধ্যমিকে ইতিহাসে নম্বর তোলা নিয়ে টেনশন? ঝটপট জানুন এই সিক্রেট টিপস, সহজেই হবে বাজিমাত বর্তমানে সর্বাধিক তাপন মূল্যযুক্ত জীবাশ্ম জ্বালানির নাম লেখো। পুনর্নবীকরণযোগ্য (Renewable) ও অনবীকরণযোগ্য (Non-renewable) শক্তির দুটি করে উদাহরণ দাও। CNG ও LPG-এর মূল উপাদান কী? এদের পুরো নাম লেখো। অধ্যায় ২: গ্যাসের আচরণ লেখচিত্র অঙ্কন করো: (i) V vs T (যেখানে P ধ্রুবক), (ii) PV vs P এবং (iii) PV vs V (যেখানে তাপমাত্রা ধ্রুবক)। বয়েলের সূত্রটি বিবৃত করো এবং ধ্রুবক রাশিগুলি লেখো। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। পরম শূন্য স্কেল কী? ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ৩০০ কেলভিনের মধ্যে কোনটি অধিক উষ্ণ? আরও পড়ুন- সহজ শর্ট কার্ট, নিয়মিত অনুশীলনেই বাজিমাত, ১০০% কমন, দেখে নিন লাস্ট মিনিট মাধ্যমিক অঙ্ক সাজেশন অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? গ্যাস অণুগুলির গতিশীলতার স্বপক্ষে কয়েকটি যুক্তি দাও। গাণিতিক প্রশ্ন: নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন ২৭৩ ঘন সেমি অধিকার করে। কত চাপে ২৭ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই গ্যাসটি ৩০০ ঘন সেমি অধিকার করবে? একই চাপে কত উষ্ণতায় গ্যাসটি ১৫০ ঘন সেমি আয়তন অধিকার করবে? আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান কত? অধ্যায় ৩: রাসায়নিক গণনা কোনো সাধারণ অ্যালকেনের বাষ্প ঘনত্ব যদি ৮ হয়, তবে তার সংকেত কী হবে? অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় STP-তে ১১.২ লিটার হাইড্রোজেন সালফাইড পেতে হলে কী পরিমাণ ফেরাস সালফাইড প্রয়োজন? উত্তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে ২ মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত মোল লোহার প্রয়োজন? ওই পরিমাণ লোহার পারমাণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর কত হবে? অধ্যায় ৪: তাপের ঘটনাসমূহ তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা লেখো। এর এককে যে দুটি রাশির মৌলিক একক ব্যবহার করা হয়েছে, কোনো পরিবাহীর ক্ষেত্রে তাদের মধ্যকার সম্পর্কটি লেখো। কোনো ক্ষেত্রে আলফা, বিটা ও গামার অনুপাত ২:৪:৬ হলে, আলফা-বিটা : বিটা-গামা : গামা-আলফার মান কত হবে? গ্যাসের চাপ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এবং এদের মধ্যকার সম্পর্কটি লেখো। কঠিন পদার্থের ক্ষেত্রে তাপের পরিবহন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? এর সঙ্গে তরল পদার্থের পরিবহনে কী পার্থক্য পরিলক্ষিত হয়? অধ্যায় ৫: আলো মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? গোলীয় দর্পণের ক্ষেত্রে f = r/2 সম্পর্কটি প্রতিষ্ঠা করো। প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান যথাক্রমে ৪৫ ও ৯০ হলে চ্যুতি কোণের মান কত হবে? রাশিমালাটি লেখো (ঘন থেকে লঘু ও লঘু থেকে ঘন,উভয় মাধ্যমেই)। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ওই মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত? আরও পড়ুন- Madhyamik 2026: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে ফোকাস (f) ও ২f-এর মধ্যে এবং ২f-এর বাইরে রাখলে প্রতিবিম্বের আকার, অবস্থান ও প্রকৃতি কীরূপ হবে? সংজ্ঞা লেখো: গোলীয় দর্পণের মেরু, লেন্সের আলোক কেন্দ্র, মুখ্য ও গৌণ ফোকাস। স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? সদ ও অসদ প্রতিবিম্বের পার্থক্য এবং একটি করে ব্যবহার লেখো। বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক ১.৫ হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? বিবর্তন বলতে কী বোঝো? হ্রস্ব দৃষ্টি (Myopia) কী? এটি নিবারণের উপায় লেখো। সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। আলোর বিচ্ছুরণ বলতে কী বোঝো? এর একটি প্রাকৃতিক উদাহরণ দাও। বর্ণালী কাকে বলে? একটি লাল ফুলকে পরপর রাখা দুটি সবুজ ও লাল কাঁচের মধ্য দিয়ে দেখলে কেমন দেখাবে? সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কযুক্ত তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নাম লেখো। দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? গাণিতিক প্রশ্ন: একটি উত্তল লেন্স থেকে ২০ সেমি দূরে বস্তু রাখলে লেন্সের কোনো দিকেই প্রতিবিম্ব পাওয়া গেল না। লেন্সটির ফোকাস দূরত্ব কত? জলে ডোবালে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হয়? অধ্যায় ৬: চলতড়িৎ ওহমের সূত্রটি লেখো। লেখচিত্র আঁকো: V vs I, V vs 1/I এবং I vs 1/R। রোধ, প্রবাহমাত্রা ও বিভব প্রভেদের SI একক লেখো। বৈদ্যুতিক বাতিতে ফিউজ তার কিসের সঙ্গে যুক্ত থাকে? থ্রি-পিন প্লাগের তিনটি পিনের নাম লেখো। পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? রোধাঙ্কের সংজ্ঞা ও একক লেখো। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য লেখো। নষ্ট ভোল্ট কী? কার্য ও আধানের সম্পর্কটি লেখো। পরিবাহী ও অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বনাম রোধাঙ্কের লেখচিত্র এবং সম্পর্ক লেখো। ৫ ওহম ও ১৫ ওহম রোধের শ্রেণি ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো ও গাণিতিক রূপ দাও। এর একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। B.O.T কী? ১ B.O.T সমান কত জুল? CFL ও LED-এর পুরো নাম লেখো। এদের মধ্যে কোনটি বেশি সাশ্রয়ী? একই পদার্থের তৈরি একটি সরু ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভব প্রভেদে রাখলে কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? রোধাঙ্কের কীরূপ পরিবর্তন হবে? দুটি রোধ R1 ও R2-কে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করলে দেখা গেল R1-এর প্রবাহমাত্রা R2-এর ৫ গুণ। R1 ও R2-এর অনুপাত নির্ণয় করো। ৬০ ওয়াট ও ১০০ ওয়াটের দুটি বাল্বকে শ্রেণি ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বলতায় জ্বলবে? চুম্বকের ওপর তড়িৎ-এর ক্রিয়া বলতে কী বোঝো? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। বারলোর চক্রের ঘূর্ণন ও চুম্বকের মেরু উল্টে দিলে কী ঘটবে? মোটর ও ডায়নামোর মূল পার্থক্য লেখো। জলবিদ্যুৎ উৎপাদনে শক্তির রূপান্তর কীভাবে হয়? আর্থিং কেন করা হয়? শর্ট সার্কিট কী? বৈদ্যুতিক হিটারের তার কুণ্ডলী পাকিয়ে রাখা হয় কেন? তড়িৎ চুম্বক কী এবং এর মেরু শক্তি কিসের ওপর নির্ভর করে? অধ্যায় ৮: পর্যায় সারণি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা মৌলের পর্যায়গত ধর্ম নয়—এমন একটি ধর্মের নাম লেখো। উদাহরণ দাও: একটি করে অভিজাত মৌল, মুদ্রা ধাতু, সন্ধিগত মৌল, হ্যালোজেন, নোবেল গ্যাস, চ্যালকোজেন এবং ইউরেনিয়ামোত্তর মৌল। হাইড্রোজেনকে 'দুষ্ট মৌল' কেন বলা হয়? ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও: তড়িৎ ঋণাত্মকতা: Li, Be, B, N, O, F জারণ-বি বিজারণ ধর্ম: S, O, Te, Se আয়নন শক্তি: Ca, Be, Sr, Mg পারমাণবিক ব্যাসার্ধ: Li, Na, K, Rb আধুনিক পর্যায় সূত্রটি লেখো। এখানে কয়টি পর্যায় ও শ্রেণি আছে? ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি লেখো। মোজলের পরীক্ষার তাৎপর্য ও পর্যায় সারণির ক্ষেত্রে এর গুরুত্ব লেখো। একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। এটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত? পর্যায় সারণির অতি দীর্ঘ ও অতি হ্রস্ব পর্যায় কোনটি?
Ajker Rashifal Bengali, 19 January, 2026: ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার। আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মকর। আজকের দিনে রবি ও শনি গ্রহের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে। বিশেষ করে ১৯ তারিখে জন্ম হওয়ায় রবির প্রভাব আপনার আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি করবে। আজ আপনার শুভ সংখ্যা ১, ১০, ১৯ ও ২৮। শনি ও রবি আজ আপনার জন্য শুভ বার এবং নীলা ও রুবি রত্ন সৌভাগ্য আনতে পারে। নীল ও কমলা রং আজ আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত করবে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় সামাজিক ও সাংগঠনিক কাজে সাফল্য আসবে। পারিবারিক জীবনে পিতার সাহায্য মনোবল বাড়াবে। বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জন্য আজ বিদেশ যাত্রা ও বৈদেশিক বাণিজ্যে অগ্রগতির যোগ রয়েছে। শিক্ষার্থীরা গবেষণামূলক কাজে শিক্ষকের সহায়তা পেতে পারেন। আরও পড়ুন- চেনা স্বাদের অচেনা গুণ! নতুন বছরে ভাগ্য ফেরাবে হেঁশেলের এই ৫ মশলা মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতকদের আজ আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ঋণ দেওয়া এড়িয়ে চলাই ভালো। তবে শেয়ার বা বিনিয়োগ সংক্রান্ত কাজে লাভের সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন- মহাশিবরাত্রি কবে, ১৪ না ১৫ ফেব্রুয়ারি? রাতে পূজার সঠিক সময় ও শুভ মুহূর্ত জেনে নিন কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জন্য দিনটি দাম্পত্য সুখের। ব্যবসায় অংশীদারিত্বে সাফল্য আসতে পারে এবং অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। আরও পড়ুন- জেগে দেখা টাকার স্বপ্ন পূরণের সঙ্গী স্বপ্ন! এই ৫টি জিনিস দেয় হঠাৎ অর্থপ্রাপ্তির ইঙ্গিত সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকরা আজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন, তবে স্বাস্থ্য বিষয়ে সাবধানতা জরুরি। আরও পড়ুন- কবে সরস্বতী পূজা, কতক্ষণ থাকবে বসন্ত পঞ্চমী তিথি? কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের জন্য আজ প্রেম ও সৃজনশীলতায় সাফল্যের দিন। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জাতকদের পারিবারিক প্রত্যাশা পূরণ হবে এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জন্য আজ ব্যবসায়িক যোগাযোগ ও প্রচারে লাভের যোগ রয়েছে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকদের বকেয়া অর্থ আদায়ে উদ্যোগী হতে হবে, খাদ্য ও রেস্তোরাঁ ব্যবসায় লাভ হতে পারে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের জন্য আজ বিদেশ সংক্রান্ত কাজ ও আইনি বিষয়ে ব্যয় হতে পারে, তবে ভবিষ্যতের জন্য এটি ফলপ্রসূ হবে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের আজ চাকরি ও মধ্যস্থতামূলক কাজে ভালো রোজগারের যোগ রয়েছে এবং পারিবারিক সহায়তা মিলবে। আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে, ফলে বাস্তববাদী চিন্তাভাবনা ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। প্রতিপদ তিথি রাত ২টা ৪৯ মিনিট পর্যন্ত থাকবে, এরপর দ্বিতীয়া তিথি শুরু হবে। জ্যোতিষীর দৃষ্টিতে আজ সকাল ৬টা ৫৫ মিনিট থেকে শুরু করে রাত ৩টা ২৫ মিনিট পর্যন্ত একাধিক শুভ মুহূর্ত রয়েছে, যা গুরুত্বপূর্ণ কাজের জন্য অনুকূল। প্রতিটি রাশির জন্য আজ নির্দিষ্ট প্রতিকার পালন করলে গ্রহদোষ কেটে গিয়ে সৌভাগ্য বৃদ্ধি পাবে। জ্যোতিষ মতে নিয়মিত প্রতিকার মানসিক শান্তি ও জীবনের স্থিতিশীলতা আনে।
SIR in Bengal: নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুকে SIR-র শুনানিতে ডাক, কারণ জানাল কমিশন
Chandra Kumar Bose: এনুমারেশন ফর্মে 'লিঙ্কেজ'-এ একজন ভোটারকে উল্লেখ করতে হয়, তাঁর নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে কি না। যদি থাকে তা উল্লেখ করতে হয়। আর ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে, বাবা-মা কিংবা অন্য নিকট আত্মীয়ের নাম, যাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে, তাঁদের তথ্য দিতে হবে।
‘সুনীতা ষড়যন্ত্রের শিকার’, বিবাহবিচ্ছেদ নিয়ে কাটাছেঁড়ার মাঝেই নীরবতা ভাঙলেন গোবিন্দা
১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনীতা। পরের বছরই ১৯৮৮ সালে মেয়ে টিনার জন্ম হয়। পরে তাঁদের সংসারে ছেলে যশবর্ধন আসে। তবে কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে গোবিন্দা ও সুনীতার ৩৮ বছরের দাম্পত্য।
3 Cricketers Behind Team India Loss: ইন্দোরে লজ্জার হার টিম ইন্ডিয়ার, দায়ী এই ৩ ভারতীয় ক্রিকেটার!
কালান্তার ( ১৯ জানুয়ারী ২০২৬ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
PM Modi: সিঙ্গুরে টাটাদের কারখানা নিয়ে ‘নীরব’ মোদী, প্রশ্ন উঠতেই সুকান্ত বললেন…
PM Modi rally in Singur: ২০০৮ সালের ৩ অক্টোবর রতন টাটা ঘোষণা করেছিলেন, সিঙ্গুরে টাটাদের কারখানা থাকবে না। টাটাদের সেই ন্যানো কারখানা উঠে যায় গুজরাটের সানন্দে। তাৎপর্যপূর্ণভাবে সেইসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। ফলে এদিন প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভা থেকে টাটাদের কারখানা নিয়ে তৃণমূলকে নিশানা করতে পারেন বলে মনে করছিলেন অনেকেই। কিন্তু, আধ ঘণ্টার বেশি বক্তব্যে নানা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেও সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া নিয়ে একটা শব্দও মোদী বললেন না।
Pakistan and Saudi Arabia Defence Pact: সেই চুক্তিতে সাফ বলা হয়েছে, যে কোনও একজনের হামলার সম্মুখীন হলে, প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত অন্য সদস্য়রাও তাঁকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে। এই চুক্তির শর্ত খুব চেনা। একেবারে ন্যাটো বাহিনীর মতো। একজন আক্রান্ত হলে প্রতিরক্ষায় সাহায্য করবে অন্যরা।
Khaleda Zia: ‘স্লো পয়জ়ন হয়েছিল…’, খুন হয়েছেন খালেদা? প্রশ্ন মেডিক্যাল বোর্ডের প্রধানের অভিযোগ ঘিরে
Khaleda Zia Controversy: তাঁর কথায়, 'মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসার ছাড়পত্রে ম্যাডামের (খালেদা জিয়ার) জন্য আর্থ্রাইটিসের চিকিসার মেথোট্রেক্সেট নামে একটি ট্যাবলেট নিয়মিত সেবনের নির্দেশ দেওয়া হয়েছিল। ভর্তির পর তাঁকে ওই ওষুধ খাওয়ানো হয়েছে। তবে আমরা তাৎক্ষণিকভাবে ওষুধটি বন্ধ করে দিই।'
Narendra Modi on Beldanga: বেলডাঙায় অশান্তি প্রসঙ্গে তৃণমূলকে তোপ মোদীর
Beldanga Chaos News: শনিবারও বিভীষিকাময় বেলডাঙা। প্রতিবাদের নামে রণক্ষেত্রের ছবি দেখল মুর্শিবাদের এই এলাকা। দিনভর উত্তেজনা.। ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে চড়ল পারদ। এই ঘটনায় অভিষেক দুষেছেন বিজেপিকে। গেরুয়া শিবিরের কোনও চক্রান্ত রয়েছে বলেই দাবি তাঁর। অন্যদিকে, মোদী তোপ দাগলেন রাজ্যের শাসকশিবিরের বিরুদ্ধে।
Suvendu Adhikari: বেলডাঙার ঘটনায় NIA তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর
Beldanga Chaos: এবার বেলডাঙার অশান্তির ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের বেলডাঙার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে যে উত্তেজনা ছড়িয়েছে, তা রীতিমতো রণক্ষেত্রে রূপ ধারণ করে। তারপরেই রাজ্যপাল, স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্য়াগ করে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি।
PM Modi and CV Ananda Bose: সিঙ্গুরে সরকারি অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী, পাশেই বসে রাজ্যপাল!
PM Modi Visits Bengal: এক সময় শিল্প বিদায় নিয়েছিল। বিদায় জানিয়েছিল টাটা। রবিবার সেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েই উন্নয়নের দিশা দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার জন্য ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি। এদিন সময় মতোই সরকারি সভাস্থলে প্রশাসনিক বৈঠকের জন্য পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পাশে বসে থাকতে দেখা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।
PM Modi in Bengal News: সিঙ্গুরের সরকারি সভাস্থলে একগুচ্ছ মুখ। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী প্রশাসনিক ও রাজনৈতিক সভা ঘিরে দেখা গেল উচ্ছ্বাস। এদিন এই সভাস্থলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে বাংলার বিকাশ নিয়ে নিজের আত্মবিশ্বাসকে তুলে ধরেন তিনি।
PM Modi in Singur: যা গত ২৪ ঘণ্টায় হয়েছে, তা গত ১০০ বছরে হয়নি: মোদী
PM Modi Visits Bengal: প্রায় ১৮ বছর আগে যে মাটি থেকে শিল্প বিদায় নিয়েছিল প্রধানমন্ত্রী সেই মাটিতেই পা রাখার আগে করলেন একগুচ্ছ উদ্বোধন। রবিবার সিঙ্গুরের সরকারি সভাস্থলে ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। বলাগড়ে বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর হল তাঁর হাত দিয়েই। সঙ্গে ময়নাপুর ও জয়রামবাটির মধ্যে শুর হল ট্রেন।
Top 5 Sports News, 18 January: ভারতের হার থেকে ইস্টবেঙ্গলের জয়! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর
Top 5 Sports News Highlights : রবিবার (১৮ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচে লজ্জার পরাজয় স্বীকার করল ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে, অনূর্ধ্ব-১৪ মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিং ক্লাবকে ১৪-০ গোলে পরাস্ত করল ইস্টবেঙ্গল। এদিকে আবার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৮৫তম শতরান কায়েম করলেন বিরাট কোহলি। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। ভারতের পরাজয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান করেছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট দল ২৯৬ রানেই অলআউট হয়ে গেল। শেষপর্যন্ত নিউজিল্য়ান্ড ৪১ রানে জয়লাভ করে। ভারতের হয়ে বিরাট কোহলি ১০৮ বলে ১২৪ রান করলেন। আরও পড়ুন: IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন বিরাটের শতরান নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের শুরুটাও বেশ ধামাকাদার মেজাজে করেছিলেন তিনি। সিরিজের প্রথম ম্য়াচেই তিনি ধামাকাদার অর্ধশতরান হাঁকিয়েছিলেন। মাত্র ৭ রানের জন্য মিস করেছিলেন সেঞ্চুরি। এরপর দ্বিতীয় ম্য়াচে মাত্র ২৩ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, তৃতীয় ম্য়াচে সুযোগ পেতেই ব্যাট হাতে ফের তাণ্ডবলীলা চালালেন। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এল একটি ঝকঝকে সেঞ্চুরি। শেষপর্যন্ত ১২৪ রানে তিনি আউট হয়ে ফিরে গেলেন। আরও পড়ুন: Virat Kohli 85th Century: শতরান হাঁকিয়েও মানরক্ষা করতে পারলেন না ভারতের, জলে গেল বিরাটের লড়াই ইস্টবেঙ্গলের জয় ডার্বি ম্য়াচের গুরুত্ব যে অন্য ম্য়াচের তুলনায় আলাদা হয়, তা বলাই বাহুল্য। সেটা বড়দের হোক কিংবা ছোটদের। রবিবার (১৮ জানুয়ারি) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৪ ডার্বিতে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এবং মহমেডান। এই ম্য়াচে লাল-হলুদ মশাল শুধুমাত্র জ্বলেই উঠল না, বরং সাদা-কালো ব্রিগেডকে তারা জ্বালিয়ে-পুড়িয়ে খাক করে দিল। শেষপর্যন্ত এই ম্য়াচে ইস্টবেঙ্গল এফসি ১৪-০ গোলে জয়লাভ করেছে। আরও পড়ুন: East Bengal FC Latest News: মিনি ডার্বিতে ধামাকা ইস্টবেঙ্গলের, ১৪-০ গোলে ওড়াল প্রতিপক্ষকে! ভুল স্বীকার বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে গত শনিবার খেলতে নেমেছিল ভারত এবং বাংলাদেশ। এই ম্য়াচে টস করার সময় দুই দলের অধিনায়কই একে অপরের সঙ্গে হাত মেলায়নি। এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি সাফাই দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, গোটা ঘটনাটি একেবারেই অনিচ্ছাকৃত ছিল। কাউকে অসম্মান করার কোনও অভিপ্রায় কিংবা অসৌহার্দ্যপূর্ণ আচরণ করার ইচ্ছে ছিল না। আরও পড়ুন: India vs Bangladesh No Handshake Controversy: 'ভুল হইসে...', অবশেষে দোষ কবুল করল বাংলাদেশ 'শীত ঘুমে' এবার রোহিত-বিরাট শেষ হল ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর টিম ইন্ডিয়া ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে। এরপর আইসিসি ২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরু হবে। এই মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পরই শুরু হতে চলেছে ২০২৬ আইপিএল টুর্নামেন্ট। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল আগামী ওয়ানডে ম্য়াচ আগামী জুন মাসে খেলতে নামবে। ভারত এবং আফগানিস্তানের মধ্যে আয়োজন করা হবে একদিনের ক্রিকেট সিরিজ। অর্থাৎ, টিম ইন্ডিয়ার জার্সিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে সেই জুন মাসে আবারও দেখা যাবে। আরও পড়ুন: Rohit Sharma and Virat Kohli Next ODI Series: আগামী ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না রোহিত-কোহলিকে! কোন সিরিজে করবেন কামব্যাক? আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।
IFA: যুবভারতীতে মেসি-কাণ্ডে জড়িয়ে গেলেন ৪ রেফারি, শাস্তির কোপে পড়বেন?
Lionel Messi: গত ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেস মেসি। তাঁর কলকাতা সফর নিয়ে চড়ছিল আবেগের পারদ। যুবভারতী স্টেডিয়ামে মেসিকে একঝলক দেখতে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন বহু মানুষ। কিন্তু, মেসিকে তাঁরা দেখতে পাননি। যুবভারতী স্টেডিয়ামের ভিতর মেসির আশপাশে এত ভিড় হয়ে যায়, দর্শকদের পক্ষে মেসিকে দেখা সম্ভব হয়নি। ওই পরিস্থিতিতে মেসিও মাঠ ছেড়ে চলে যান।
সরকারি ড্রেন তৈরির জন্য খোঁড়াখুঁড়ি চলছিল। আর সেই কাজের জেরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এক ব্যক্তির আস্ত বসতবাড়ি। উন্নয়নের কাজ করতে গিয়ে সাধারণ মানুষের যে এমন চরম ক্ষতি হবে, তা ভাবতেও পারেননি এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad News) নবগ্রামের পূর্ব গ্রামে। ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তির নাম দীনবন্ধু মন্ডল। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে আপাতত খোলা আকাশের নিচে ওই অসহায় পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই এলাকায় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সরকারি ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। দীনবন্ধু বাবুর বাড়ির পাশ দিয়েই ওই ড্রেনের জন্য গর্ত খোঁড়া হচ্ছিল। পরিবারের অভিযোগ, ড্রেন তৈরির জন্য যখন গর্ত করা হচ্ছিল, তখনই তাঁরা আপত্তি জানিয়েছিলেন। বাড়ির খুব কাছে গর্ত করলে বাড়িটি ভেঙে পড়তে পারে, এমন আশঙ্কার কথা ঠিকাদার ও কর্মীদের জানিয়েছিলেন তাঁরা। আরও পড়ুন- Pm Modi Singur Rally:'১০৯ + ৭৭ কত হয়?' আসন্ন বিধানসভা ভোটের ফল নিয়ে সুকান্তর নয়া সমীকরণ এখন রীতিমতো চর্চায়! কিন্তু অভিযোগ, সরকারি লোকজন সেই কথায় কান দেননি। বরং জোর করে বাড়ির গা ঘেঁষেই গর্ত খোঁড়া হয়। আর তার ফলেই ঘটে বিপত্তি। চোখের সামনে ধূলিসাৎ হয়ে যায় দীনবন্ধু মন্ডলের গোটা বাড়িটি(House Collapse)। বাড়ি ভেঙে পড়ার পর চরম সঙ্কটে পড়েছে মণ্ডল পরিবার। কোথায় থাকবেন, কী করবেন, ভেবে পাচ্ছেন না তাঁরা। এই কনকনে ঠান্ডার মধ্যে ছাদ হারিয়ে দিশেহারা গোটা পরিবার। দীনবন্ধু বাবু বলেন, আমরা বারণ করেছিলাম, কিন্তু ওরা শোনেনি। জোর করে কাজ করল, আর আমার সব শেষ হয়ে গেল। এখন আমি পরিবার নিয়ে কোথায় যাব? আরও পড়ুন- বেলডাঙ্গা অশান্তির ঘটনায় পুলিশের জালে ৩০, নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে তিন দিন পর গেলেন ইউসুফ পাঠান অভিযোগ, এত বড় ঘটনার পরেও দীর্ঘক্ষণ প্রশাসনের কোনও আধিকারিক ঘটনাস্থলে পৌঁছননি। পরিবারের খোঁজ নিতে দেখা যায়নি পঞ্চায়েতের পদস্থ কর্তাদেরও। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছলে এবং ক্যামেরা বের করার পর তড়িঘড়ি সেখানে উপস্থিত হন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন। আরও পড়ুন- 'এজেন্সিগুলিকে অন্যায়ভাবে কাজে লাগানো হচ্ছে', প্রধান বিচারপতির সামনেই মোদী সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ মমতার সাধারণ মানুষের উপকারের জন্য প্রকল্প, অথচ সেই প্রকল্পের কাজের গাফিলতিতেই পথে বসল একটি পরিবার। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবারটি প্রশাসনের কাছে দ্রুত সরকারি সাহায্য ও ক্ষতিপূরণের আবেদন জানিয়েছে। এখন দেখার, প্রশাসন কবে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ায়।
Rajkummar-Patralekhaa: খুশিতে ভাসছেন তারকা দম্পতি, রাজকুমার-পত্রলেখার ঘরে পার্বতীর আগমন
বলিউডের তারকা দম্পতি রাজকুমার রাও (Rajkummar Rao) ও পত্রলেখার ঘরে নতুন অতিথির আগমনে যেন খুশির জোয়ার বয়ে যাচ্ছে। তাঁরা তাঁদের সদ্য জন্ম নেওয়া কন্যাসন্তানের নাম ঘোষণা করেই সেই আনন্দ ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। ছোট্ট পরীর নাম রাখা হয়েছে পার্বতী পল রাও। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নামটি প্রকাশ করেন তাঁরা, যেখানে ফুটে উঠেছে বাবা-মা হিসেবে তাঁদের নতুন জীবনের এক আবেগঘন মুহূর্ত। পোস্টে শেয়ার করা ছবিতে দেখা যায়, রাজকুমার ও পত্রলেখা দু’জনেই তাঁদের মেয়ের ছোট্ট হাতটি আলতো করে ধরে আছেন। ছবিটি যেমন সহজ, তেমনই গভীর আবেগে ভরা। ক্যাপশনে তাঁরা লেখেন, “জোড় হাতে এবং পূর্ণ হৃদয়ে আমরা আমাদের সবচেয়ে বড় আশীর্বাদকে পরিচয় করিয়ে দিচ্ছি। পার্বতী পল রাও।” ‘পার্বতী’ নামটি হিন্দু পুরাণে শক্তি, মাতৃত্ব ও করুণার প্রতীক। রাজকুমার রাও ও পত্রলেখা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বলিউডে তাঁদের সম্পর্ক বরাবরই ছিল শান্ত, ব্যক্তিগত এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীলতার এক অনন্য উদাহরণ। কাজের ব্যস্ততার মাঝেও তাঁরা একে অপরের পাশে থেকেছেন, সমর্থন জুগিয়েছেন এবং ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের অতিরিক্ত চর্চা থেকে দূরে রাখার চেষ্টা করেছেন। এবার বাবা-মা হিসেবে তাঁদের নতুন যাত্রা শুরু হল, যা নিঃসন্দেহে জীবনের সবচেয়ে বড় অধ্যায়গুলোর একটি। পোস্টটি প্রকাশ্যে আসতেই অনুরাগী ও সহকর্মীদের অভিনন্দনের বন্যা বয়ে যায়। বলিউডের বহু তারকা, পরিচালক ও অভিনেতা-অভিনেত্রী এই নতুন অতিথিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। কেউ লিখেছেন “অসংখ্য ভালোবাসা ছোট্ট পার্বতীর জন্য”, কেউ আবার বলেছেন “তোমাদের পরিবার আরও পূর্ণ হল।” আরও পড়ুন: বিচ্ছেদের পরও ধানুশ-ঐশ্বর্যর বন্ধুত্ব অটুট! একসাথে সন্তানের পাশে, গর্বিত বাবা-মা! ছবিটি দেখে বোঝা যায়, তাঁরা আপাতত তাঁদের সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি, শুধু ছোট্ট হাতের ঝলক দেখিয়েই আবেগ ছড়িয়ে দিয়েছেন। রাজকুমার রাও ও পত্রলেখার জীবনে এই নতুন অধ্যায় শুধু তাঁদের জন্য নয়, তাঁদের অনুরাগীদের কাছেও এক আবেগঘন মুহূর্ত। পার্বতী পল রাও নামের সঙ্গে জড়িয়ে রইল ভালোবাসা, আশীর্বাদ আর অসংখ্য শুভকামনা। আরও পড়ুন: ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ দেবের, চাঞ্চল্যকর তথ্য অরিত্রর
ম্যাচ হারলেও বিরাট ব্যাটে নজির, ফের কবে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে ‘কিং’কোহলিকে?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে তাঁর ব্যাট থেকে এল ১২৪ রান। এরপর দীর্ঘ অপেক্ষা। ফের কবে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে কোহলিকে?
গম্ভীরের ভুলে ভরা স্ট্র্যাটেজি, দিশাহারা অধিনায়ক গিল! কোন ৫ কারণে সিরিজ হার ভারতের?
বিফলে গেল বিরাট কোহলির ১২৪ রানের ইনিংস। কাজে এল না হর্ষিত রানার লড়াকু ইনিংসও। কোহলির ফর্ম ছাড়া অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলে ভারতীয় ক্রিকেটের বছর শুরু হল।
Yusuf Pathan: অধীরকে হারানো তৃণমূলের ইউসুফের সম্পত্তি কত জানেন?
Wealth of TMC MP Yusuf Pathan: হলফনামায় ইউসুফ পাঠান জানান,২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩ কোটি ১০ লক্ষ ১৪ হাজার ৯২৮ টাকা। আর ২০১৯-২০ অর্থবর্ষে ২ কোটি ৬ লক্ষ ৪৬ হাজার ৮৩০ টাকা আয় ছিল তাঁর। তবে পরের অর্থবর্ষে তাঁর আয় অনেকটাই কমে যায়। ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১ কোটি ২ লক্ষ ৩৯ হাজার ৫০ টাকা। প্রাক্তন এই ক্রিকেটারের আয় পরের অর্থবর্ষে আরও কমে। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৬৪ লক্ষ ১৮ হাজার ৫৫০ টাকা। এর পরের অর্থবর্ষে ইউসুফের আয় অবশ্য অনেকটাই বেড়ে যায়।
Knee Pain at Night: রাতে হাঁটুর ব্যথায় ঘুম উধাও? কারণ ও আরাম পাওয়ার উপায় জেনে নিন
IND-NZ ODI Series |বিরাটের ৮১তম শতরান বৃথা, ইন্দোরে কিউয়ি-ঝড়ে ঘরের মাঠে সিরিজ হারল ভারত
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) যতক্ষণ ক্রিজে থাকেন, ভারত ততক্ষণ জয়ের স্বপ্ন দেখে। আজ (IND-NZ ODI Series) ইন্দোরেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ১২৪ রানের লড়াকু ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না ‘চেজমাস্টার’। নিউজিল্যান্ডের ৩৩৭ রানের পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হলো ২৯৬ রানে। ৪১ রানে ম্যাচ জিতে ২-১ […] The post IND-NZ ODI Series | বিরাটের ৮১তম শতরান বৃথা, ইন্দোরে কিউয়ি-ঝড়ে ঘরের মাঠে সিরিজ হারল ভারত appeared first on Uttarbanga Sambad .
Sundarbans: সুন্দরবনে আনন্দভ্রমণ বদলে গেল বিষাদে, মাঝরাতে মাতলা নদীতে তলিয়ে নিখোঁজ পর্যটক
শীতের মরশুমে সুন্দরবনে প্রমোদভ্রমণে এসে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। নিছক আনন্দ পর্যটন নিমেষেই বদলে গেল বিষাদে। মাঝরাতে মাতলা নদীতে পড়ে গিয়ে তলিয়ে গেলেন এক পর্যটক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকায়। নিখোঁজ ওই ব্যক্তি কলকাতার গড়িয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ১৬ জানুয়ারি (মঙ্গলবার) কলকাতার গড়িয়া এলাকা থেকে ২২ জনের একটি পর্যটক দল সুন্দরবন ভ্রমণে এসেছিল। গত দু’দিন ধরে সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পর, পর্যটক দলটি গতকাল রাতে কুলতলি সংলগ্ন মাতলা নদীতেই নৌকায় রাত্রিযাপন করছিল। সুন্দরবনের নিস্তব্ধতা আর নদীর সৌন্দর্য উপভোগ করাই ছিল উদ্দেশ্য। কিন্তু সেই আনন্দই কাল হলো। আরও পড়ুন- Pm Modi Singur Rally:'১০৯ + ৭৭ কত হয়?' আসন্ন বিধানসভা ভোটের ফল নিয়ে সুকান্তর নয়া সমীকরণ এখন রীতিমতো চর্চায়! জানা গিয়েছে, গতকাল গভীর রাতে আচমকাই অসাবধানবশত পা পিছলে মাতলা নদীর জলে পড়ে যান ওই পর্যটক দলের এক সদস্য। বিষয়টি সঙ্গে সঙ্গেই নজরে আসে বাকি সঙ্গীদের। তড়িঘড়ি রাত্রেই নদীতে তল্লাশি শুরু করেন তাঁরা। কিন্তু চারিদিক ঘুটঘুটে অন্ধকার এবং মাতলা নদীর গভীরতা ও স্রোতের কারণে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও ওই পর্যটকের কোনও হদিশ পাওয়া যায়নি। প্রবল স্রোতে তিনি তলিয়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আরও পড়ুন- শিউরে ওঠার মত ঘটনা বাংলাদেশে, গাড়ি চাপা দিয়ে খুন করা হল হিন্দু যুবককে, পদ্মাপাড়ে তুলকালাম সারা রাত উৎকণ্ঠায় কাটানোর পর, রবিবার সকালে পর্যটক দলের বাকি সদস্যরা কুলতলি থানায় এসে বিস্তারিত জানান। খবর পাওয়া মাত্রই তৎপর হয় কুলতলি থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশি উদ্যোগে নদীতে বিপর্যয় মোকাবিলা বাহিনী নামিয়ে বা স্থানীয় মৎস্যজীবীদের সহায়তায় নিখোঁজ পর্যটকের সন্ধানে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে বেলা গড়ালেও এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। আনন্দ করতে এসে চোখের সামনে সঙ্গীকে হারিয়ে শোকস্তব্ধ গোটা পর্যটক দল। নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকদের সতর্কতা নিয়েও উঠছে প্রশ্ন। আরও পড়ুন- শিউরে ওঠার মত ঘটনা বাংলাদেশে, গাড়ি চাপা দিয়ে খুন করা হল হিন্দু যুবককে, পদ্মাপাড়ে তুলকালাম
নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ে মানুষের উপচে পড়া ভিড়, জনশূন্য ভূমিপুত্র শুভেন্দুর স্বাস্থ্য শিবির!
অনেকেই বলছেন, বিধানসভা ভোটের প্রাক্কালে এমন চিত্র কিন্তু ওলটপালট করে দিতে পারে সমস্ত রাজনৈতিক অঙ্ক।
বাংলা বলছে মানেই বাংলাদেশি? বাংলাদেশি মানেই অনুপ্রবেশকারী?
বাংলা বলছে মানেই ‘বাংলাদেশি’? আর বাংলাদেশি মানেই ‘অনুপ্রবেশকারী’? কী অপরাধ বেলডাঙার পরিযায়ী শ্রমিকের?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর। রবিবার কিশতয়ারের দুর্গম এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তীব্র গুলিযুদ্ধের (Kishtwar encounter) মুখে পড়ে ভারতীয় সেনা। এই এনকাউন্টারে সাতজন সেনা জওয়ান আহত হয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং […] The post Kishtwar encounter | কিশতোয়ারে জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধে জখম ৭ জওয়ান, প্রজাতন্ত্র দিবসের আগে উত্তপ্ত উপত্যকা appeared first on Uttarbanga Sambad .
বাংলাদেশের পাশে ‘ভাইজান’পাকিস্তান! ভারতে বিশ্বকাপ বয়কটের পথে পিসিবি?
সূত্রের খবর, বাংলাদেশ নাকি পাকিস্তানের কাছ থেকে ক্রিকেটীয় এবং প্রশাসনিক সাহায্য চেয়েছে। পাকিস্তানকে পাশে থাকার অনুরোধ করা হয়েছে সেখানে।
কাশ্মীরে কাটিহার জঙ্গলে ঘাঁটি গেড়ে জইশ জঙ্গি, চলছে ধুন্ধুমার গুলির লড়াই, আহত ৭ জওয়ান
'অপারেশন ত্রাশি'র শক্তি বাড়াতে সেনার পাশাপাশি ঘটনাস্থলে সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশও।
Healthy Sugar Alternatives: চিনির বদলে স্বাস্থ্যকর মিষ্টি, এগুলোর কথা জানলে আজ থেকেই বদলাবে ডায়েট!
Virat Kohli 85th Century: শতরান হাঁকিয়েও মানরক্ষা করতে পারলেন না ভারতের, জলে গেল বিরাটের লড়াই
Virat Kohli: বিরাট কোহলির দুর্দান্ত ফর্ম অব্যাহত। গত বছর অস্ট্রেলিয়া সফরের তৃতীয় ওয়ানডে ম্য়াচ থেকেই ফর্মে ফিরেছেন তিনি। তারপর থেকে প্রায় প্রত্যেক ম্য়াচেই বিরাট রানের বন্যা বইয়ে দিচ্ছেন। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সবথেকে বেশি রান কোহলির ব্যাট থেকেই বেরিয়ে এসেছিল। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে চলতি সিরিজের শুরুটাও বেশ ধামাকাদার মেজাজে করেছিলেন তিনি। সিরিজের প্রথম ম্য়াচেই তিনি ধামাকাদার অর্ধশতরান হাঁকিয়েছিলেন। মাত্র ৭ রানের জন্য মিস করেছিলেন সেঞ্চুরি। এরপর দ্বিতীয় ম্য়াচে মাত্র ২৩ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, তৃতীয় ম্য়াচে সুযোগ পেতেই ব্যাট হাতে ফের তাণ্ডবলীলা চালালেন। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এল একটি ঝকঝকে সেঞ্চুরি। শেষপর্যন্ত ১২৪ রানে তিনি আউট হয়ে ফিরে গেলেন। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৪১ রানে এই ম্যাচ হেরে গেল। এই ম্য়াচে বিরাট মাত্র ৯১ বলে নিজের শতরান পূরণ করলেন। এটা তাঁর ওয়ানডে ক্রিকেট কেরিয়ারের ৫৪তম শতরান। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্যাট থেকে ৮৫ নম্বর শতরান বেরিয়ে এসেছে। আর সেকারণে সর্বাধিক আন্তর্জাতিক শতরানের তালিকায় শচীন এবং বিরাটের মধ্যে আপাতত ১৫ শতরানের ফারাক রয়েছে। যদি কোহলি এই গতিতেই দৌড়তে থাকেন, তাহলে শচীনের বিশ্বরেকর্ড তিনি হেলায় চুরমার করতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরান শচীন তেন্ডুলকর - ১০০ বিরাট কোহলি - ৮৫ রিকি পন্টিং - ৭১ কুমার সঙ্গকারা - ৬৩ জ্যাক কালিস - ৬২ জো রুট - ৬০ (বিস্তারিত আসছে...)
বিরাট সেঞ্চুরিতেও হল না শেষরক্ষা, ইন্দোরে হেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হাতছাড়া ভারতের
৩৩৮ রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস গুটিয়ে গেল ২৯৬ রানে। ২-১ ব্যবধানে সিরিজ হারলেন শুভমান গিল। এই প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড। কোহলির ফর্ম ছাড়া অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলে দিয়ে ভারতীয় ক্রিকেটের বছর শুরু হল।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ঢাকে কাঠি পড়ার আগেই শুরু হয়েছে নতুন এক ক্রিকেটীয় কূটনীতি। বিশ্বকাপে আইসিসি-র (ICC) অবস্থান এবং ভারতের ভিসা নীতি নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ সরকার এবার পাশে চাইল পাকিস্তানকে। পাকিস্তানের সংবাদমাধ্যম ও বিভিন্ন সূত্রের দাবি, আন্তর্জাতিক মঞ্চে আইসিসি-কে চাপে ফেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) সঙ্গে জোট বাঁধতে চাইছে […] The post T20 World Cup 2026 | বিশ্বকাপের লড়াই এবার মাঠের বাইরে! ভারতকে চাপে ফেলতে পাকিস্তানের সাহায্য চাইল বাংলাদেশ appeared first on Uttarbanga Sambad .
Purba Bardhaman News: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘দেবদাস’ উপন্যাসের নায়ক দেবদাস মিষ্টির ভক্ত ছিলেন কি না, তা সাহিত্যে অজানা। কিন্তু তাঁকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের কালনার হাতিপোতা গ্রামে যে মেলা বসে, তা আক্ষরিক অর্থেই ‘মিষ্টিমধুর’। প্রেমের বিয়োগান্তক পরিণতির এই উপন্যাসের স্মৃতিতে আয়োজিত মেলার প্রধান আকর্ষণ এখন পেল্লাই সাইজের মিষ্টি। যার এক একটার দাম ৫০০ থেকে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত! শীতের আমেজে সেই ‘জাম্বো’ মিষ্টির স্বাদ নিতেই এখন মেলা প্রাঙ্গনে উপচে পড়ছে ভিড়। কালনা ১ ব্লকের নান্দাই গ্রাম পঞ্চায়েত এলাকার হাতিপোতা গ্রাম। স্থানীয়দের বিশ্বাস, এই গ্রাম থেকেই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর কালজয়ী ‘দেবদাস’ উপন্যাসের রসদ খুঁজে পেয়েছিলেন। সেই বিশ্বাসকে সম্বল করেই ২৬ বছর ধরে এখানে আয়োজিত হয়ে আসছে ‘দেবদাস স্মৃতি মেলা’। শুক্রবার প্রদীপ জ্বালিয়ে ও শরৎচন্দ্রের ছবিতে মাল্যদান করে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও যুব নেত্রী সায়নী ঘোষ। উদ্যোক্তারা জানিয়েছেন, এবারের মেলার বিশেষ চমক হিসেবে অভিনেতা তথা সাংসদ দেবের আসার সম্ভাবনাও রয়েছে। আরও পড়ুন- Pm Modi Singur Rally:'১০৯ + ৭৭ কত হয়?' আসন্ন বিধানসভা ভোটের ফল নিয়ে সুকান্তর নয়া সমীকরণ এখন রীতিমতো চর্চায়! তবে মেলার সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশালাকৃতির মিষ্টি। নদিয়া থেকে আসা মিষ্টান্ন ব্যবসায়ী আকবর আলী শেখ জানালেন, ছানার সঙ্গে ময়দা ও বিশেষ উপকরণ মিশিয়ে তৈরি হচ্ছে এই ‘নোড়া পান্তুয়া’। আকারের ওপর ভিত্তি করে দাম ৫০০, ১০০০ এবং ২০০০ টাকা। আরেক ব্যবসায়ী বিশ্বনাথ মোদকের কথায়, ২ হাজার টাকা দামের একটি মিষ্টি তৈরি করতে প্রায় ৪ কেজি ছানা লাগে। রসে ডোবানোর পর সেই একটি মিষ্টির ওজনই দাঁড়ায় প্রায় ৭ কেজিতে। ব্যবসায়ীদের দাবি, এত বড় মাপের ও দামি মিষ্টি অন্য কোথাও সচরাচর বিক্রি হয় না, কিন্তু দেবদাস মেলার ঐতিহ্যই এই পেল্লাই মিষ্টি। অনেকেই শুধু এই মিষ্টি দেখতে ভিড় জমাচ্ছেন দোকানে। আরও পড়ুন- অভিষেকের ‘গদ্দার’ মন্তব্যে 'অ্যাকশনে' হুমায়ুন কবীর, তুললেন বিরাট অভিযোগ, কেঁপে উঠল রাজ্য-রাজনীতি মেলার নেপথ্যের ইতিহাসও বেশ আকর্ষণীয়। হাতিপোতা গ্রামের প্রবীণ বাসিন্দাদের মতে, গ্রামের একদা জমিদার ভুবনমোহন চৌধুরীই ছিলেন উপন্যাসে বর্ণিত পার্বতীর স্বামী। উপন্যাসে হাতিপোতা গ্রামের নামের উল্লেখও পাওয়া যায়। তাই এলাকাবাসীর বিশ্বাস, ১৮৯৫ থেকে ১৯০০ সালের মধ্যে শরৎচন্দ্র স্বয়ং এই গ্রামে এসেছিলেন। মেলা কমিটির পক্ষে রেজাউল মোল্লা বলেন, উপন্যাসের শেষে শরৎচন্দ্র লিখেছিলেন, ‘তাহার জন্য একটু প্রার্থনা করিও’। সেই আবেদনে সাড়া দিয়েই লেখকের প্রয়াণ দিবস স্মরণে এই মেলার আয়োজন। জমিদার বাড়ির ধ্বংসাবশেষ দেখতে আজও পর্যটকরা এখানে আসেন। আরও পড়ুন- মৌনী অমাবস্যাতে সঙ্গমে ভক্তদের ঢল, পবিত্র স্নানে অংশ নিয়েছেন ১ কোটির বেশি পূন্যার্থী রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, দেবদাস উপন্যাসের দৌলতেই আজ হাতিপোতা গ্রামের নাম মানুষের মুখে মুখে। কথাশিল্পীর উপন্যাসই এই গ্রামকে ধন্য করেছে। সব মিলিয়ে, সাহিত্যের ইতিহাস আর রসগোল্লার ভূগোল একাকার হয়ে গিয়েছে কালনার এই গ্রামীণ মেলায়।
বিজেপিই মূল শত্রু! রাজ্যে কংগ্রেসের আসনভিত্তিক শক্তি যাচাই করতে বলল AICC
রাজ্যকে সাংগঠনিকভাবে পাঁচটি জোনে ভাগ করে নেওয়া হয়েছে। প্রত্যেক বিধানসভা থেকে ৩ জন করে প্রার্থীর নাম চাওয়া হয়েছে। জেলা, ব্লক, এমনকী প্রদেশের নানা কমিটির কোনও সদস্যও যদি প্রার্থী হতে চান, তাঁরও নাম পাঠানো যেতে পারে।
দুই স্ত্রীর পরেও লিভ-ইন সঙ্গী, তাঁকেও খুন করে প্রমাণ লোপাটে দেহ পোড়ালেন যুবক! চাঞ্চল্য যোগীরাজ্যে
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসি এলাকায়। অভিযুক্ত ওই ব্যক্তির নাম রাম সিং। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের দুই স্ত্রী রয়েছে। আছে সন্তানও। এরপরেও এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান ওই ব্যক্তি।
বিহারের পুনরাবৃত্তি, SIR-এ উত্তরপ্রদেশেও কমেছে মহিলা ভোটারের সংখ্যা! কারণ কী?
বাদ পড়া ভোটারের মধ্যে মহিলার সংখ্যা ১ কোটি ৫৪ লক্ষ।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘন কুয়াশা আর প্রশাসনের চূড়ান্ত গাফিলতি কেড়ে নিল এক তরতাজা প্রাণ। গ্রেটার নয়ডায় গাড়ি সুদ্ধ ৭০ ফুট গভীর নর্দমায় পড়ে মৃত্যু হল ২৭ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার (Gurugram techie death)। মৃত্যুর আগে মুহূর্তেই বাবাকে ফোন করেছিলেন যুবরাজ। আর্তনাদ করে বলেছিলেন, “বাবা, আমি একটা গভীর গর্তে পড়ে গেছি। জল ঢুকে […] The post Gurugram techie death | ‘আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও’, নয়ডায় কুয়াশার বলি তরুণ ইঞ্জিনিয়ার, শেষ ফোনে আর্তি বাবার কাছে appeared first on Uttarbanga Sambad .
রাষ্ট্রপতি ভবন, সুপ্রিম কোর্টের পর হাই কোর্ট, পথচলা শুরু বিশেষ সক্ষমদের ‘মিট্টি ক্যাফে’র
হাই কোর্টের ‘ই’গেটের ভিতরে এই ক্যাফে উদ্বোধন করেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

19 C