SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

22    C
... ...View News by News Source

Haldibari |বেজি, পাখি শিকার করে অবলীলায় খাচ্ছেন যাযাবরের দল! চাঞ্চল্য হলদিবাড়িতে

হলদিবাড়ি: দলবেঁধে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চলছিল বন্যপ্রাণী শিকার। বিভিন্ন ধরনের পাখি থেকে গোসাপ, বেজি কিছুই বাদ যাচ্ছিল না। নির্বিচারে চলছিল হত্যা! ভিন রাজ্য থেকে আগত দুই শিশু সহ আট জনের শিকারি দল গ্রামে গ্রামে ঝোপঝাড়ে ঘুরে এভাবেই নির্বিচারে বন্যপ্রাণী, পাখি হত্যা করছিলেন। এমনই অভিযোগে রবিবার গভীর রাতে হলদিবাড়ি শহরের বুকে তাদের ডেরায় হানা দিয়ে […] The post Haldibari | বেজি, পাখি শিকার করে অবলীলায় খাচ্ছেন যাযাবরের দল! চাঞ্চল্য হলদিবাড়িতে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 5:28 pm

৬৫% ভোটারের নামই ছিল না ২০০২-তে! আশঙ্কায় কমিশন

EC: প্রজেনি ম্যাপিং, সর্বাধিক এই বিষয়টির ওপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে! ০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, বাবা-ঠাকুরদার নামে ফর্ম ফিলাপ যাঁরা করেছেন, তাঁদের ফর্ম খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এটাকেই নির্বাচন কমিশনের ভাষায় বলা হচ্ছে প্রজেনি ম্যাপিং।

টিভি 9 বাংলা 3 Dec 2025 5:28 pm

Baduria: প্রতিবেশী ‘বাবা’র পরিচয়ে বাদুড়িয়ার বাংলাদেশির ভারতীয় নথি জোগাড়!

Baduria SIR: আনুমানিক ১০ বছর আগে পাসপোর্টে ভারতে আসে। এবং বাদুড়িয়ার শায়েস্তানগর ১নং পঞ্চায়েতের মাগুরালি গ্রামে এসে বসবাস করতে থাকে । সেখানেই প্রতিবেশী খোদাবক্স মোল্লা কে বাবা সাজিয়ে ভোটার লিস্ট আধার কার্ড-সহ ভারতীয় সকল রকম নথি বের করেছেন তিনি।

টিভি 9 বাংলা 3 Dec 2025 5:25 pm

Old Malda |পুরাতন মালদায় চেয়ারম্যান নিয়ে জল্পনা

সিদ্ধার্থশংকর সরকার, পুরাতন মালদা: পুরাতন মালদা (Old Malda) পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের পদত্যাগের পর প্রায় ৮ দিন কেটে গিয়েছে। মঙ্গলবার অবধি নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়নি। নতুন চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে শহরের রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বাছাইয়ের ক্ষেত্রে কোন ‘যোগ্যতা’ বেশি গুরুত্ব পাবে? অভিজ্ঞতা? নাকি তারুণ্য? তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। দলের একাংশ […] The post Old Malda | পুরাতন মালদায় চেয়ারম্যান নিয়ে জল্পনা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 5:24 pm

এসআইআর ইশ্যুকে হাতিয়ার করেই ছাব্বিশের ময়দানে ঘাসফুল শিবির

এসআইআর ইশ্যুকেই হাতিয়ার করে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছে ঘাসফুল শিবির। বুধবার গাজোলের জনসভায় তৃণমূল সুপ্রিমোর মন্তব্য থেকে তা পরিষ্কার বোঝা গিয়েছে। এই মঞ্চ থেকেই আর‌ও একবার নতুন ওয়াকফ আইন নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদেরমালদা 3 Dec 2025 5:23 pm

‘ভারত টুকরো টুকরো না হলে বাংলাদেশে শান্তি আসবে না’, প্রাক্তন বাংলাদেশি সেনাকর্তার মন্তব্যে বিতর্ক

প্রাক্তন জামাত প্রধানের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 5:11 pm

নেটপাড়ায় কটাক্ষের শিকার কাঞ্চনকন্যা কৃষভি, নিন্দুককে তুলোধনা করে কী বললেন শ্রীময়ী?

কটাক্ষের শিকার হল কাঞ্চনকন্যা কৃষভী

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 5:11 pm

Firhad Hakim: ‘আমরা সমর্থন করছি না’, হুমায়ুনের পাশে নেই দল

Firhad Hakim On Humayun Kabir: প্রসঙ্গত, আগামী ৬ তারিখ মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আর সেই কাজে যদি তিনি বাধাপ্রাপ্ত হন, অর্থাৎ কেউ যদি বাধা দেন, তাহলে জাতীয় সড়ক অবরুদ্ধ করার ডাকও দিয়েছেন তিনি।

টিভি 9 বাংলা 3 Dec 2025 5:08 pm

হেমার সঙ্গে কেমন সম্পর্ক ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের?

সেই স্ত্রীকে ছেড়েই মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন ধর্মেন্দ্র। অভিনেতা হয়ে ওঠার কঠিন লড়াই, স্ট্রাগলে প্রথম স্ত্রী প্রকাশকে সব সময়ই পাশে পেয়েছিলেন অভিনেতা। আর সেই কারণেই হয়তো হেমা মালিনীর সঙ্গে প্রেম ও বিয়ের পরও প্রকাশকে ডিভোর্স দেননি।

টিভি 9 বাংলা 3 Dec 2025 5:07 pm

Subrata Gupta: বাংলায় এসে ‘ভূত’ ধরতে পারলেন সুব্রত গুপ্তরা?

SIR in Bengal: সআইআরের মাঝপথে বিশেষ পর্যবেক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনিক মহল তো বটেই রাজনৈতিক মহলেও বিস্তর জলঘোলা হয়েছিল। কিন্তু গোটা বিষয়টিকে সুব্রতবাবু কীভাবে দেখছেন? তিনি যদিও বলছেন, “নির্বাচন কমিশন কোন ব্যাকগ্রাউন্ডে আমাদের অ্য়াপয়েন্ট করেছেন বলতে পারব না। তবে তারা চাইছেন কাজটা সুষ্ঠভাবে হোক।

টিভি 9 বাংলা 3 Dec 2025 5:06 pm

Sanchar Saathi: সঞ্চার সাথী নিয়ে পিছু হটল কেন্দ্র, মোবাইলে Pre-Install থাকবে না এই অ্যাপ!

Sanchar Saathi App: কেন্দ্রের ঘোষণার আগেই গতকাল, মঙ্গলবার কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সংসদে জানিয়েছিলেন যে এই অ্যাপ রাখা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে এই অ্যাপ ডিলিট করে দিতে পারেন। সাইবার সিকিউরিটির জন্যই এই অ্যাপ মোবাইলে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

টিভি 9 বাংলা 3 Dec 2025 5:06 pm

Dharmendra: কড়া নিরাপত্তায় গঙ্গায় ধর্মেন্দ্রের অস্থি বিসর্জন, কোথায় হল শেষকৃত্য?

Sunny and Bobby Deol immerse Dharmendra’s ashes: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে শেষ বিদায় জানাতে, বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে, গঙ্গার তীরে অস্থি বিসর্জন সম্পন্ন করলেন দেওল পরিবারের সদস্যরা। সানি দেওল, ববি দেওল, করণ দেওল -সহ পরিবারের অন্য সদস্যরা সাদা পোশাক পরে উপস্থিত হন হরিদ্বারের ভিআইপি ঘাটে। চিতাভস্ম বিসর্জনের মুহূর্তে সকলেই গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পরিবারের সদস্যরা একে অপরকে জড়িয়ে ধরে ধীর চিত্তে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা পালন করছেন। ধর্মেন্দ্রর অস্থি বিসর্জনের জন্য, দেওল পরিবার পৌঁছেছিল হরিদ্বারের ঐতিহাসিক পিলিভিট হাউসে- গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা প্রায় ১০০ বছরের পুরোনো প্রাসাদে। এখানেই প্রয়াত অভিনেতার চিতাভস্ম অন্তর্বর্তীকালীনভাবে রাখা ছিল। বিসর্জন সম্পন্ন করে পরিবার দ্রুতই হোটেল ছেড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। Premanand Ji Maharaj: প্রেমানন্দজি মহারাজকেও হাসালেন রাজপাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার সরলতা তার আগের দিন, মঙ্গলবার, সানি দেওলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে তাকে হোটেলের বারান্দায় চা পান করতে দেখা গেছে। ধর্মেন্দ্র ২৪ নভেম্বর, বয়সজনিত জটিলতায় ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানই ছিল শান্ত, দ্রুত ও সম্পূর্ণ ব্যক্তিগত- মিডিয়াকে দূরে রাখা হয়েছিল। অভিনেতার মৃত্যুর পর দুটি পৃথক প্রার্থনা সভার আয়োজন করা হয়। একটিতে উপস্থিত ছিলেন সানি ও ববি দেওলের পরিবার এবং ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের পরিবার। দ্বিতীয় প্রার্থনা সভার আয়োজন করেছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী এবং তাঁদের দুই কন্যা- এশা ও আহানা দেওল। Dhurandhar movie: রেকর্ড দৈর্ঘ্য ও বিতর্কে ঘেরা ‘ধুরন্ধর’, সেন্সরের কাটে নয়া আলোচনার ঝড় চলচ্চিত্র নির্মাতা হামাদ আল রিয়ামি সম্প্রতি হেমা মালিনীর সঙ্গে তাঁর কথোপকথনের কথা শেয়ার করেন। তিনি জানান, ব্যক্তিগত শেষকৃত্যের কারণে ধর্মেন্দ্রকে শেষবারের মতো দেখতে না পেরে, তিনি দুঃখ প্রকাশ করলে হেমা মালিনী আবেগঘন কণ্ঠে জানান- অভিনেতার প্রথম পরিবারের সদস্যরাই নীরবে শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি আরও বলেন, “ধর্মেন্দ্র কখনও চাননি কেউ তাকে দুর্বল বা অসুস্থ অবস্থায় দেখুক। এমনকি কাছের মানুষদের কাছেও নিজের কষ্ট গোপন করতেন। কেউ মারা গেলে কীভাবে শেষকৃত্য হবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ পরিবারের।”

ইন্ডিয়ান এক্সপ্রেস 3 Dec 2025 5:04 pm

Kunal Ghosh |‘চাকরি খাওয়ার রাজনীতির চক্রান্ত প্রমাণিত’, কোর্টের রায়ে চাকরি বহাল থাকায় প্রতিক্রিয়া কুণালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার সকাল থেকেই প্রহর গুণছিল শাসক দল (TMC)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এদিন ছিল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের (Primary teachers case) চাকরি বহাল থাকবে কিনা তা নিয়ে রায়দান। সুপ্রিম রায়ে ২৬ হাজার ‘চাকরিহারা’-দের তালিকায় যদি ৩২ হাজারের নাম জুড়ত তাহলে বিধানসভা নির্বাচনের আগে নতুন করে ঝড় উঠত রাজ্যে। এই পরিস্থিতিতে […] The post Kunal Ghosh | ‘চাকরি খাওয়ার রাজনীতির চক্রান্ত প্রমাণিত’, কোর্টের রায়ে চাকরি বহাল থাকায় প্রতিক্রিয়া কুণালের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 5:04 pm

আদালতে বাঁচল ৩২ হাজারের চাকরি, ব্রাত্য বলছেন, ‘এবার SSC-র যোগ্য চাকরিহারাদের…’

হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর পর্ষদ সভাপতিকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 5:03 pm

SSC-র সুপ্রিম রায় Vs প্রাথমিকের হাইকোর্টের রায়, কোথায় ফারাক?

Calcutta High Court: SSC-র প্যানেল বাতিলের সময় যোগ্য চাকরিহারাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন। এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করতে গিয়ে শিক্ষকদের পরিবারের কথাও তুলে ধরে। ডিভিশন বেঞ্চ বলে, ৯ বছর পর চাকরি বাতিল হলে পরিবারের উপর বিরূপ প্রভাব পড়বে। ৯ বছর ধরে যাঁরা চাকরি করছেন, তাঁদের পরিবারকে দেখতে হবে।

টিভি 9 বাংলা 3 Dec 2025 5:01 pm

বাংলা জয়ই পাখির চোখ মোদীর, বঙ্গ বিজেপির নেতাদের 'বিশেষ ক্লাস' প্রধানমন্ত্রীর

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বিশেষ আলোচনা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা জয়ে দিলেন বিরাট ম্যান্ডেট। পাশাপাশি SIR নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার মাঝেই বুধবার সংসদ ভবনে রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন যে SIR হল একটি ‘শুদ্ধিকরণ প্রক্রিয়া’ এবং এই প্রক্রিা স্বচ্ছভাবে হওয়াই উচিত। প্রধানমন্ত্রী জানান, সাধারণ মানুষের মধ্যেও এই বার্তা পরিষ্কারভাবে পৌঁছানো প্রয়োজন, যাতে অযথা কোনও ভুল বোঝাবুঝি না তৈরি হয়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী সাংসদদের বলেন, “SIR-এর মূল উদ্দেশ্য হলো যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং যারা অযোগ্য, তাদের নাম বাদ দেওয়া। এটিকে জটিল করে তোলার কোনও প্রয়োজন নেই।” 'চাকরি খাওয়ার পক্ষে রাজ্য সরকার নয়, ৩২ হাজারের চাকরি বহাল রাখার রায় ঘোষণা হতেই আগামী বছরের ভোটের আগে কঠোর পরিশ্রমের বার্তা আগামী বছরের শুরুতেই রাজ্যে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা। রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার লক্ষ্যে বিজেপি জোর প্রস্তুতি শুরু করেছে। এই প্রেক্ষাপটে মোদি সাংসদদের উদ্দেশে বলেন, “আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এবার আমরা বাংলা জয় করব। আপনারা অনেক দূর এগিয়েছেন, এখন লড়াই চালিয়ে যেতে হবে।” অশান্তির আশঙ্কা থাকলে গ্রেফতার করা হোক হুমায়ুন কবীরকে, রাজ্যকে পরামর্শ রাজ্যপালের জনসংযোগ বাড়াতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের পরামর্শ বৈঠকে প্রধানমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তিনি সাংসদদের সোশ্যাল মিডিয়া কার্যকরভাবে ব্যবহার করার নির্দেশ দেন এবং বলেন, কেন্দ্রের উন্নয়নমূলক কাজগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া এখন অত্যন্ত জরুরি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূলের পালটা তোপ এদিকে,বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে, হোয়াটসঅ্যাপের ফাঁস হওয়া মেসেজই দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ প্রশাসন নাকি এসআইআর প্রক্রিয়ায় মৃত ভোটারদের নামও তালিকায় রেখে দেওয়ার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এসব ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। Meesho IPO–তে SBI Mutual Fundকে বড়সড় বরাদ্দ, সিদ্ধান্তে ক্ষুব্ধ একাধিক বড় বিনিয়োগকারী আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে বঙ্গ রাজনীতিতে উত্তাপ ইতিমধ্যেই বাড়ছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার ক্ষমতায় ফেরার লড়াইয়ে, অন্যদিকে বিজেপি প্রথমবারের জন্য রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া। সেই কারণে বিজেপি ইতিমধ্যেই ভূপেন্দ্র যাদব ও বিপ্লব দেবের মতো নেতৃত্বের হাতে প্রচারের রাশ তুলে দিয়েছে। আজকের এই বৈঠকে সম্প্রতি বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার বিষয়টিও আলোচনায় উঠে আসে এবং প্রধানমন্ত্রী তা গুরুত্ব সহকারে শোনেন। তাঁর কথায়, “জনসংযোগই নির্বাচনী সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি।” 'সঞ্চার সাথী' অ্যাপ নিয়ে বিতর্ক চরমে! শেষমেষ কী বললেন যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া?

ইন্ডিয়ান এক্সপ্রেস 3 Dec 2025 5:00 pm

Hair Darkening Remedy: রং ছাড়াই ৫ মিনিটে সহজে চুল করুন কালো, ব্যবহার করুন রান্নাঘরের এই উপাদান

Hair Darkening Remedy: চুল প্রতিদিন মানুষের সৌন্দর্য ও আত্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু, খুব অল্প বয়সেই চুল পেকে যাওয়া আজকাল অনেকের সাধারণ সমস্যা। মানসিক চাপ, ঘুমের অভাব, দূষণ, হরমোনের পরিবর্তন, ভিটামিনের ঘাটতি—সব মিলিয়ে আমাদের চুল তার স্বাভাবিক রং হারাতে শুরু করে। অনেকে তখন তাড়াহুড়ো করে রাসায়নিকযুক্ত চুলের রং ব্যবহার করতে শুরু করেন। কিন্তু এসব রং চুলের কিউটিকলের ক্ষতি করে, মাথার ত্বককে শুষ্ক করে তোলে এবং দীর্ঘমেয়াদে চুল পড়া বাড়িয়ে দিতে পারে। তাই অনেকেই এখন রং ছাড়াই চুল কালো করার আয়ুর্বেদিক উপায় খুঁজছেন। আর সেই ঘরোয়া উপায়েই উঠে আসে সরিষা ও কারি পাতার কথা, যা কয়েক মিনিটের ব্যবহারে চুলকে দেয় স্বাভাবিক কালো রং এবং পুষ্টি। আরও পড়ুন- ক্রিসমাস–নতুন বছরে রঙিন করে তুলুন ভ্রমণ, জেনে নিন কোনগুলো ভারতের সেরা তুষার-ঢাকা জায়গা সরিষা আমাদের রান্নাঘরের পরিচিত একটি উপাদান, কিন্তু এর গুণাগুণ শুধু খাবারের স্বাদে নয়, চুলের যত্নেও অত্যন্ত কার্যকর। সরিষার দানা ভাজা হলে যে সুগন্ধ পাওয়া যায়, তার মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিগুণ। এই অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ওপরে জমে থাকা অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে মেলানিন রক্ষায় সাহায্য করে। মেলানিনই চুলকে তার স্বাভাবিক রং দেয়। যখন শরীরে মেলানিন কমে যায়, তখন চুল পেকে যায়। তাই সরিষা মেলানিন ধরে রাখতে সহায়তা করে চুলের রং স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা নেয়। আরও পড়ুন- ছেলে বা মেয়ের তুখোড় বুদ্ধি চান? এগুলো করান, হাতেনাতে ফল পাবেন কারি পাতার উপকারিতা বহুদিন ধরেই পরিচিত। দক্ষিণ ভারতীয় রান্নায় ব্যাপক ব্যবহার হলেও, সৌন্দর্যচর্চায় এই পাতার জনপ্রিয়তা আরও বেশি। কারিপাতার ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন এবং ক্যালসিয়াম চুলের গোড়াকে শক্ত করে, চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। চুল পেকে যাওয়ার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো রঙ উৎপাদনকারী কোষের দুর্বলতা। কারি পাতা এই কোষগুলোকে পুনর্জীবিত করে চুলকে কালো রাখতে সাহায্য করে। আরও পড়ুন- পরিচয়সংকটে জেনারেশন জেড! কীভাবে পারবে বাঁচতে? এই ঘরোয়া রেসিপিটি তৈরি করাও খুব সহজ। একটি মোটা পাত্রে সরিষা হালকা ভেজে নিতে হবে যাতে এর ভেতরের তেল বের হয়ে আসে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সক্রিয় হয়। এরপর এতে কারি পাতা যোগ করলে দুই উপাদানের গুণ একসঙ্গে মিশে যায়। মিক্সারে এই মিশ্রণ পিষে নেওয়ার পর সামান্য সরিষার তেল বা নারকেল তেল মিশিয়ে ঘন একটি পেস্ট তৈরি হয়। এই পেস্ট সরাসরি পাকা চুলে লাগালে অল্প সময়ের মধ্যেই কাজ করতে শুরু করে। সপ্তাহে একবার বা দু'বার ব্যবহার করলে ধীরে ধীরে চুলের রং আরও গাঢ় হয়ে আসে এবং নতুন চুল কালো করতে সহায়তা করে। আরও পড়ুন- পায়ের তলায় পেঁয়াজ রেখে ঘুমোলে ভাবতেও পারবেন না এত উপকার! কী বলছেন বিশেষজ্ঞ? সরিষার তেলের গুরুত্বপূর্ণ উপাদান সরিষার তেলে থাকা ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড আর ভিটামিন ই মাথার ত্বককে গভীরভাবে পুষ্ট করে। শুষ্কতা কমিয়ে চুলের গোড়ায় রক্তসঞ্চালন বাড়ায়, ফলে চুলের গ্রোথ উন্নত হয়। পাশাপাশি সরিষা ও কারি পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য খুশকি, ফাঙ্গাল সংক্রমণ এবং স্ক্যাল্প ইনফেকশন কমাতে সহায়তা করে। মাথার ত্বক পরিষ্কার, শক্ত ও পুষ্ট থাকলে চুল কম পাকে এবং নতুন চুলও কালো হতে থাকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 3 Dec 2025 5:00 pm

Virat Kohli |রাঁচির পর রায়পুরেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০২ রান করে ৫৩তম শতরান পূর্ণ করলেন ‘কিং’ কোহলি   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের শতরান এল কিং কোহলির ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দু’টি এক দিনের ম্যাচে শতরান করলেন কোহলি। এক দিনের ক্রিকেটে ৫৩তম শতরান পূর্ণ করলেন ৯০ বলে। ১০২ রান করে এনগিডির বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট কোহলি। বিস্তারিত আসছে… The post Virat Kohli | রাঁচির পর রায়পুরেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০২ রান করে ৫৩তম শতরান পূর্ণ করলেন ‘কিং’ কোহলি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 5:00 pm

Virat Kohli: রাঁচির ছন্দ রায়পুরেও, প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি বিরাট কোহলির

India vs South Africa, 2nd ODI: রায়পুরের শহীর বীর নায়ারণ সিং আন্তর্জাতিক স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। বুধ-দুপুর জমিয়ে দিলেন বিরাট কোহলিরা। তাঁর পাশাপাশি রায়পুরে এই ম্যাচে সেঞ্চুরি করেছেন ঋতুরাজ গায়কোয়াড়ও।

টিভি 9 বাংলা 3 Dec 2025 4:57 pm

Cooch Behar |বন্ধুর চিকিৎসায় অর্থসংগ্রহ সহপাঠীদের

প্রতাপকুমার ঝাঁ, জামালদহ: বন্ধুর কোনও পদবি হয় না, হাত বাড়ালেই বন্ধুর ঠিকানা পাওয়া যায়! বন্ধু এমন একটি শব্দ, যা দেশ ও কালের সীমানা মানে না। বিশ্বস্ত বন্ধু এখনও পাওয়া যায়। যার উদাহরণ, ক’দিন আগে সাতসমুদ্র পেরিয়ে সুদূর প্যারিস থেকে কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জে (Tufanganj) বন্ধু মন্টির খোঁজে আসা এক তরুণ। সামাজিক মাধ্যমে যা ভাইরাল হতে […] The post Cooch Behar | বন্ধুর চিকিৎসায় অর্থসংগ্রহ সহপাঠীদের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 4:53 pm

EPFO: Aadhaar লিঙ্ক করেছেন তো? নাহলে আটকে যাবে আপনার Provident Fund!

Employees' Provident Fund Organisation, Aadhaar Linked With UAN: ২০২৫ সালের নভেম্বর মাসের পর থেকে, যে সব কর্মীর আধার ও ইউএএন লিঙ্ক করা নেই, তাঁদের নিয়োগকারীরা আর 'ইলেকট্রনিক চালান কাম রিটার্ন' বা ইসিআর জমা দিতে পারবেন না। সোজা কথায়, লিঙ্ক না থাকলে পিএফের টাকা জমা করতে সমস্যায় পড়বে সংস্থাগুলো।

টিভি 9 বাংলা 3 Dec 2025 4:48 pm

‘সবসময় ফিনিশিং লাইন পেরনো হয় না’, ইঙ্গিতবাহী পোস্ট আয়োজকদের, স্মৃতির বিয়ে বাতিল?

সবকিছু ঠিক থাকলে গত ২৩ নভেম্বর বিয়ে হয়ে যেত স্মৃতি এবং পলাশের।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 4:47 pm

হরিদ্বারে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন পরিবারের অন্য সদস্যের, শ্রাদ্ধ সেরে কান্নায় ভেঙে পড়লেন ববি দেওল

ধর্মেন্দ্রর অস্থি বিসর্জনের পুজোপাঠেও ব্রাত্য হেমা মালিনী! নিয়ম পালন করলেন কে?

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 4:44 pm

Sanchar Sathi |মোবাইলে ‘প্রি ইনস্টল’ করা থাকবে না ‘সঞ্চার সাথী’ অ্যাপ, চাপের মুখে পিছু হঠল কেন্দ্র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মোবাইলে ‘সঞ্চার সাথী’ (Sanchar Sathi) অ্যাপের প্রি ইনস্টলেশন বাধ্যতামূলক নয়। দেশজুড়ে তুমুল বিতর্কের মধ্যেই ‘সঞ্চার সাথী’ নিয়ে আগের নির্দেশিকা প্রত্যাহার করে নিল কেন্দ্র। কোনও গ্রাহক চাইলে নিজে থেকে ইনস্টল করবেন আর পাঁচটা সাধারণ অ্যাপের মতো। অর্থাৎ মোবাইলে আগে থেকে আর ইনস্টল করা থাকবে না ‘সঞ্চার সাথী’ অ্যাপ। অথচ প্রথমে মৌখিকভাবে কেন্দ্র […] The post Sanchar Sathi | মোবাইলে ‘প্রি ইনস্টল’ করা থাকবে না ‘সঞ্চার সাথী’ অ্যাপ, চাপের মুখে পিছু হঠল কেন্দ্র appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 4:44 pm

মুজিব থেকে ইমরান, লজ্জাও লজ্জা পায়

দেশের ‘আইকন’ হয়ে থাকতে পারতেন ইমরান।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 4:42 pm

Burdwan:বর্ধমানে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকের পর বিস্ফোরক বিরোধীরা

Burdwan: বিজেপি পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, শাসকদলের বিভিন্ন অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্তাকে দেখা যাচ্ছে। এই নিয়ে তিনি আগে অভিযোগ করেছেন। সুতরাং স্বচ্ছ এস আই আর নিয়ে তাদের সংশয় আছে। তাঁদের আরও দাবি, তাদের দলের বিএলও ২ গোদা এলাকায় আক্রান্ত হয়।

টিভি 9 বাংলা 3 Dec 2025 4:40 pm

অযোধ্যায় তৈরি হবে নয়া মন্দির-মিউজিয়াম, ‘রামরাজ্যে’র হারানো গৌরব পুনরুদ্ধার যোগীর

৫২.১০২ একর জমিতে এই মিউজিয়ামটি তৈরি করবে টাটা সন্স।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 4:39 pm

ট্রেন থেকে পড়ে লাইনের ধারে ২ ঘণ্টা কাতড়ালেন মহিলা! উদ্ধারও করল না ‘অমানবিক’রেল

স্থানীয় পুলিশ পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 4:37 pm

দান্তেওয়াড়ায় ভয়ংকর সংঘর্ষে খতম ৫ মাওবাদী, শহিদ এক জওয়ান

মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই এখনও চলছে বলে জানা গিয়েছে।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 4:36 pm

অখিলেশের দলিত-সংখ্যালঘু ‘তাস’, পালটা দিতে উত্তরপ্রদেশে ময়দানে নামছে আরএসএস

২০ ডিসেম্বর থেকে আরএসএস কর্মীরা 'গৃহ সম্পর্ক অভিযান' শুরু করছে।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 4:28 pm

একগুচ্ছ রেকর্ড গড়ে ৮৪ সেঞ্চুরির কিং বিরাট, প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত শতরান রুতুরাজেরও

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রানের পথে ভারত।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 4:22 pm

Vladimir Putin: মস্কো থেকে দিল্লিতে উড়ে এল ‘চলমান দুর্গ’, পুতিনের নিরাপত্তায় স্নাইপার থেকে ড্রোন, যা যা থাকছে…

Vladimir Putin Security: রুশ প্রেসিডেন্ট যে রুট দিয়ে যাতায়াত করবেন, সেখানে তন্নতন্ন করে তল্লাশি চালাবে দিল্লি পুলিশ ও এনএসজি। থাকবে স্পেশালাইজড ড্রোন, যা সর্বক্ষণ পুতিনের কনভয়ের গতিবিধির উপরে নজর রাখবে। পুতিনের যাতায়াতেরর রুটে থাকবে স্নাইপাররা। বসানো হয়েছে জ্যামার।

টিভি 9 বাংলা 3 Dec 2025 4:20 pm

Ruturaj Gaikwad Century: টিম ইন্ডিয়ায় রুতু'রাজ', শতরানে যোগ্য জবাব সমালোচকদের

Ruturaj Gaikwad: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) যে ব্যাটারকে বাদ দেওয়ার জন্য সমর্থকরা কার্যত উঠেপড়ে লেগেছিলেন, বুধবার (৩ ডিসেম্বর) তাঁর ব্যাট থেকেই দুর্দান্ত শতরান দেখতে পাওয়া গেল। রাঁচি ওয়ানডে ম্য়াচে (IND vs SA) খুব বেশি রান করতে পারেননি রুতুরাজ। সেকারণে দল নির্বাচন নিয়ে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের দিকে অনেকেই আঙুল তুলেছিলেন। এমনকী, রুতুরাজের জায়গায় ঋষভ পন্থকে প্রথম একাদশে খেলানোর দাবিও উঠতে শুরু করেছিল। তবে যাবতীয় সমালোচনার যোগ্য জবাব দিলেন টিম ইন্ডিয়ার এই তরুণ ব্যাটার। গায়কোয়াড়ের ব্যাট থেকে ৭৭ বলে বেরিয়ে এল একটি ঝকঝকে শতরান। প্রোটিয়া ব্যাটারদের যেভাবে শাসন করলেন, তা অবশ্যই প্রশংসনীয়। শেষপর্যন্ত ১০৫ রানে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। (বিস্তারিত আসছে...)

ইন্ডিয়ান এক্সপ্রেস 3 Dec 2025 4:20 pm

Health Tips |দুপুরের খাবার খেয়েই স্নানে যান? এতে শরীরের কী কী ক্ষতি হচ্ছে জানেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুপুরের খাবার খাওয়ার পর স্নানে যাওয়ার অভ্যাস থাকে অনেকের। তবে এই অভ্যাসের কারণে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা (Health Tips)। সেই সমস্যাগুলি কী কী, তা জেনে নিন। ১. খাবার খাওয়ার পর শরীর ভারী হয়ে যায়। এই অবস্থায় স্নান করলে শরীরে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর তার জেরে পেশিতে টান ধরতে […] The post Health Tips | দুপুরের খাবার খেয়েই স্নানে যান? এতে শরীরের কী কী ক্ষতি হচ্ছে জানেন? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 4:15 pm

Premanand Ji Maharaj: প্রেমানন্দজি মহারাজকেও হাসালেন রাজপাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার সরলতা

বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব সম্প্রতি বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের আশ্রমে হাজির হয়ে মন জিতে নিয়েছেন সকলের। আশ্রমে তাঁর আগমন থেকেই উষ্ণতা ও হাস্যরস ছড়িয়ে পড়ে, আর মহারাজজীর সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার ভিডিওগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আশ্রমে প্রবেশ করে রাজপাল যাদব গভীর শ্রদ্ধায় প্রেমানন্দজি মহারাজকে প্রণাম জানান। মহারাজজি যখন তাঁর খোঁজখবর নেন, অভিনেতা স্বভাবসিদ্ধ হাসি মুখে বলেন, “আমি ভালো আছি।” তবে এর পরেই তাঁর এক মন্তব্যে আশ্রমজুড়ে হাসির রোল পড়ে যায়। Taslima Nasrin: 'মানুষই ওদের অত্যাচার করছে', রাগে ক্ষোভে ফুঁসে উঠলেন তসলিমা মহারাজজি তাঁর অভিনয়ের প্রশংসা করে বলেন, “আপনি আমাদের ভারতবাসীদের হাসান।” উত্তরে রাজপাল বলেন, “আমার ভেতরে এক ধরনের পাগলামি আছে। আমি বিশ্বাস করি দ্বাপর যুগ সত্যিই ঘটেছিল। কৃষ্ণজি ছিলেন, গুয়ালা ছিলেন… আর মনে হয় আমি তখন মনসুখা ছিলাম- শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধুদের একজন।” এই নির্ভেজাল ও রসিক মন্তব্যে প্রেমানন্দজি মহারাজ হেসে ওঠেন। রাজপালের সহজ-সরল, স্বতঃস্ফূর্ত কমেডি মুহূর্তেই আশ্রমের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। এরপর অভিনেতা আরও বলেন, “আমি এই পাগলামিটুকু ধরে রাখতে চাই।” মহারাজজি স্নেহের সঙ্গে তাকে উৎসাহ দিয়ে বলেন, “আপনি গোটা দেশকে হাসান, আমাদের বিনোদন দেন… অবশ্যই ধরে রাখুন। মহারাজজীর স্নেহে আবেগাপ্লুত হয়ে রাজপাল জানান, “আমি নিজেকে মনসুখ বলেই ডাকি। আমার একটাই কামনা- কেউ যেন কষ্ট না পায়।” এই মানবিক বিনিময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনরা রাজপাল যাদবের সরলতা, বিনয় এবং হৃদয়ছোঁয়া আধ্যাত্মিকতার প্রশংসা করে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। Dhurandhar movie: রেকর্ড দৈর্ঘ্য ও বিতর্কে ঘেরা ‘ধুরন্ধর’, সেন্সরের কাটে নয়া আলোচনার ঝড় বলিউডে রাজপাল যাদবের যাত্রা এক কথায় অনন্য। ‘ভুল ভুলাইয়া’, ‘হাঙ্গামা’, ‘ঢোল’, ‘চুপ চুপ কে’, ‘ফির হেরা ফেরি’, ‘মেরি পতনি অউর হুঁ’ ও ‘কাল হো না হো’-এর মতো জনপ্রিয় ছবিতে তাঁর অপরাজেয় কমিক পারফরম্যান্স দর্শকদের এখনো মুগ্ধ করে। একইসঙ্গে ‘অর্ধ’, ‘জঙ্গল’ ও ‘ম্যায় মাধুরী দীক্ষিত বান্না চাহতি হুঁ’-এর মতো চলচ্চিত্রে তাঁর তীব্র চরিত্রচিত্রণ দাগ কেটে গেছে দর্শকের মনে। সম্প্রতি তিনি বড় পর্দায় দেখা দিয়েছেন ‘বেবি জন’ ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন বরুণ ধাওয়ান ও কীর্তি সুরেশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস 3 Dec 2025 4:12 pm

‘ছুঁচো মেরে হাত গন্ধ করব না’, এ কী বললেন শওকত

Saokat Molla on ISF: আইএসএফ আসার পর ভাঙড়ের পরিস্থিতি বদলে গিয়েছে বলে দাবি করেছেন শওকত মোল্লা। কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, তৃণমূল আইএসএফ-কে ভয় পাচ্ছে। সেই কারণে আতঙ্কিত হয়ে ভুল বকছে বলে দাবি শওকত নওশাদের।

টিভি 9 বাংলা 3 Dec 2025 4:11 pm

স্বাস্থ্যক্ষেত্রে প্রাধান্য, সরকারি হাসপাতালের আধুনিকীকরণে প্রায় ১০ কোটি বরাদ্দ যোগীর

১৪টি জেলা হাসপাতালকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 4:09 pm

সপ্তাহের কোন দিনে কোন দেব-দেবীর উপাসনা করবেন? জানুন জ্যোতিষশাস্ত্র কী বলছে

জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে, সপ্তাহের সাতটি দিন নির্দিষ্ট কিছু দেব-দেবীর জন্য উৎসর্গীকৃত। এই বিশেষ দিনগুলিতে সেই নির্দিষ্ট শক্তির প্রতি ভক্তি নিবেদন করলে জীবনে শুভ ফল লাভ হবে। জেনে নিন, কোন বারে আপনার ইষ্টদেবতা রূপে কার উপাসনা করা শ্রেয়।

টিভি 9 বাংলা 3 Dec 2025 4:05 pm

আরাবল্লীর ‘মৃত্যু পরোয়ানা’য় সই মোদি সরকারের, কেন ক্ষোভে ফেটে পড়লেন সোনিয়া?

খনিজ উত্তোলনে গাছ কেটে পাহাড় ভাঙার তোড়জোড়।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 4:00 pm

বাইক দৌরাত্মের বলি বারাকপুর পুলিশ কমিশনারেটের এএসআই! চাঞ্চল্য মগরায়

তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 3:56 pm

‘ভালোবেসে ফেলেছি’, ধারাবাহিক শেষ হতেই কাকে মন দিলেন ‘মিশকা’অহনা?

তাহলে কি নতুন কাউকে মন দিলেন অহনা?

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 3:54 pm

Winter Destinations: ক্রিসমাস–নতুন বছরে রঙিন করে তুলুন ভ্রমণ, জেনে নিন কোনগুলো ভারতের সেরা তুষার-ঢাকা জায়গা

Winter Destinations: শীত মানেই ভারতের পাহাড়ি অঞ্চলগুলিতে এক স্বর্গীয় রূপ। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল ঢেকে যায় তুষারের সাদা চাদরে। ক্রিসমাস ও বছরের শেষের ছুটি এগিয়ে এলেই মানুষজন শীতকালীন ভ্রমণস্থল খুঁজতে শুরু করেন। ভারত ভৌগোলিক সৌন্দর্যে এত সমৃদ্ধ যে একই মরশুমে আপনি মেঘে ঢাকা পাহাড়, বরফে মোড়া উপত্যকা, ঠান্ডা হাওয়ায় কাঁপতে থাকা বন আর নীরব প্রাকৃতিক দৃশ্য—সবই পেয়ে যাবেন। তাই শীতকাল পরিবারের সঙ্গে কিংবা প্রিয়জনের সঙ্গে একটি স্মরণীয় সফরের জন্য একেবারে উপযুক্ত সময়। শীত এবং ক্রিসমাসের ভ্রমণস্থল ভারতের শীতকালীন ভ্রমণস্থল বলতে প্রথমেই মনে আসে অরুণাচল প্রদেশের তাওয়াং-এর নাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চলটিতে ডিসেম্বর থেকেই শুরু হয় ভারী তুষারপাত। শীতকালে তাওয়াং-এর পথ নীরব থাকে, চারদিকজুড়ে থাকে সাদা তুলোর মত তুষার। পাহাড় পেরিয়ে তাওয়াং পৌঁছনোর রাস্তা যেন ছবি আঁকা কোনও পোস্টকার্ডের মত। প্রাচীন তাওয়াং মঠের সামনে দাঁড়িয়ে দূরে মেঘের সঙ্গে পর্বতের খেলাও এক অদ্ভুত অভিজ্ঞতা। শীতে জমে যাওয়া হ্রদ, বরফে ঢাকা প্রার্থনার পতাকা আর ঠান্ডা হাওয়ার মধ্যে ভেসে থাকা মন্ত্রোচ্চারণ—সব মিলিয়ে তাওয়াং এক প্রকৃত শীতের রাজ্য। আরও পড়ুন- ছেলে বা মেয়ের তুখোড় বুদ্ধি চান? এগুলো করান, হাতেনাতে ফল পাবেন হিমাচল প্রদেশের কল্পা শীতের আরেক রূপকথার জায়গা। কিন্নর জেলার এই শান্ত গ্রামটি বরফে ঢাকা সৌন্দর্যের এক স্বপ্নের মতো। ডিসেম্বর এলেই কিন্নর কৈলাস পর্বতশ্রেণি সাদা আবরণে ঢেকে যায়। পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা আপেলবাগান, তুষারে মোড়া পাইনের জঙ্গল আর কাঠের ঘর—সব মিলিয়ে কল্পা যেন কোনও পরীর দেশের মত লাগে। জনপ্রিয় হিল স্টেশনের ভিড় থেকে দূরে, নিস্তব্ধ পরিবেশের জন্য কল্পা প্রতিবছর শীতপ্রেমীদের অন্যতম পছন্দ। এখানে কাটানো একটি শান্ত সন্ধ্যা মনকে প্রকৃত শান্তি উপহার দেয়। আরও পড়ুন- পরিচয়সংকটে জেনারেশন জেড! কীভাবে পারবে বাঁচতে? উত্তর সিকিমের লাচুং এবং ইয়ুমথাং উপত্যকাও শীতের এক অসাধারণ গন্তব্য। ‘পূর্বের ফুলের উপত্যকা’ নামে পরিচিত ইয়ুমথাং শীতকালে সম্পূর্ণ নতুন রূপ নেয়। বরফ জমে যায় ঝরনা, তুষারে ঢেকে যায় উপত্যকার সবুজ আর রোডোডেনড্রনের বন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো অঞ্চল এক সাদা জগতে রূপান্তরিত হয়। জিরো পয়েন্টের কাছাকাছি প্রায় সারা বছরই বরফ পাওয়া যায়, তাই যাঁরা শীতকালীন অভিযানে আগ্রহী, তাঁদের জন্য এটি এক আদর্শ জায়গা। আরও পড়ুন- পায়ের তলায় পেঁয়াজ রেখে ঘুমোলে ভাবতেও পারবেন না এত উপকার! কী বলছেন বিশেষজ্ঞ? উত্তরাখণ্ডের ধনোলটি শীতের আরেক শান্ত, সৌন্দর্যমণ্ডিত গন্তব্য। মুসৌরি থেকে মাত্র এক ঘণ্টার পথ হলেও পরিবেশ সম্পূর্ণ আলাদা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ধনোলটি বরফে ঢাকা থাকে। দেবদারু আর রোডোডেনড্রনের জঙ্গলের মাঝে ছোট ছোট কাঠের কটেজ, ঠান্ডা হাওয়া আর নীরবতা মনকে অন্য জগতে নিয়ে যায়। শহুরে ব্যস্ততা থেকে দূরে যাঁরা পরিবার নিয়ে আরাম করতে চান, তাঁদের জন্য ধনোলটি একেবারে উপযুক্ত। ইকো পার্ক, ছোট পাহাড়ি হাঁটা পথ আর সাদা বনপথ—শীতের ধনোলটিকে এক বিশেষ অনুভূতিতে ভরিয়ে তোলে। আরও পড়ুন- অতিরিক্ত চা-কফি পান করলে বিরাট বিপদ! চরম সতর্কবাণী চিকিৎসকের অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে স্পিতি ভ্যালির শীতকাল বিশেষ আকর্ষণীয়। শীতকালীন অভিযানের জন্য স্পিতির নাম সবার আগে আসে। ভারতের মধ্যভূমি নামে পরিচিত এই অঞ্চল পুরো শীতজুড়ে বরফে ঢেকে থাকে। কাজা, কিব্বর, লাংজা—প্রতিটি গ্রামই সাদা হয়ে যায় বরফে। তাপমাত্রা যখন মাইনাস কুড়ি ডিগ্রিতে নেমে যায়, তখন স্থানীয় মানুষের জীবনযাপন দেখা এক বিরল অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। জমে যাওয়া জলপ্রপাত, সাদা পাথুরে পাহাড় আর নিস্তব্ধতা স্পিতিকে করে তোলে এক অন্যরকম শীতের রাজ্য। অরুণাচল প্রদেশের আরেক লুকানো রত্ন মেচুকা শীতকালে অপূর্ব সৌন্দর্যে ভরে ওঠে। ভারত-চীন সীমান্তের কাছে অবস্থিত এই ছোট্ট শহরটি শীত পড়লেই বদলে যায় সাদা, নীল আর ধূসর রঙে। বরফে ঢাকা ধানক্ষেত, কাঠের ঘর, কুয়াশায় মোড়া পাহাড় আর নীল সিয়োম নদী—সব মিলিয়ে মেচুকা যেন কোনও পুরনো গল্পের বইয়ের পাতা। এভাবে ভারতজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য শীতকালীন ভ্রমণস্থল আপনার ক্রিসমাস ও নতুন বছরকে করে তুলতে পারে একদম স্মরণীয়। প্রকৃতির নীরবতা, অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ, বরফে মোড়া পথ আর যাত্রার নতুন অভিজ্ঞতা—সব মিলিয়ে ভারত শীতে আপনাকে নিশ্চিতভাবেই বিশেষ কিছু উপহার দেবে। তাই এই শীতে নিজের মত করে একটি প্রিয় গন্তব্য বেছে নিন এবং সাদা রূপকথার মায়াজগতে কিছু সময় কাটিয়ে আসুন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 3 Dec 2025 3:53 pm

গম্ভীর-আগরকরের সঙ্গে বৈঠক স্থগিত, বোর্ডের সিদ্ধান্তে রো-কো’র বিশ্বকাপ খেলাতেই সিলমোহর?

টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচনের বৈঠকে বসতে চলেছেন তাঁরা।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 3:50 pm

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচিত সামান্থা! ‘ঘরভাঙানি’কটাক্ষের মাঝেই ‘স্টার বউমা’কে নিয়ে মুখ খুলল শ্বশুরবাড়ি

সামান্থাকে কটাক্ষ 'সতীনে'র! কী মত 'ফ্যামিলি ম্যান' পরিচালকের পরিবারের?

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 3:49 pm

সরকার ফেলার ষড়যন্ত্র! কেন এমন দাবি করলেন মমতা

Mamata Banerjee at Malda: সুপ্রিম কোর্টে চাকরি বহাল থাকায় খুশি মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আমি খুশি আমার ভাই বোনদের চাকরি সুরক্ষিত করতে পেরেছি। তবে এসআইআর নিয়ে এদিন ফের একবার সরব হন মমতা। তাঁর দাবি, পুরো পরিকল্পনার পিছনে রয়েছেন অমিত শাহ।

টিভি 9 বাংলা 3 Dec 2025 3:48 pm

CM Mamata Banerjee |‘কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া ঠিক নয়’, ডিভিশন বেঞ্চের রায়ের পর প্রতিক্রিয়া মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া ঠিক নয়’। প্রাথমিক মামলায় বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই রায়ে তিনি খুশি বলে জানান মুখ্যমন্ত্রী। প্রাথমিক মামলায় বুধবার সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। […] The post CM Mamata Banerjee | ‘কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া ঠিক নয়’, ডিভিশন বেঞ্চের রায়ের পর প্রতিক্রিয়া মমতার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 3:47 pm

Sanchar Saathi |নজরদারি চালানো অসম্ভব! বিতর্কিত ‘সঞ্চার সাথী’ অ্যাপ নিয়ে ব্যাখ্যা কেন্দ্রীয় মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমস্ত স্মার্টফোনে সরকারি অ্যাপ ‘সঞ্চার সাথী’ (Sanchar Saathi) থাকা বাধ্যতামূলক ঘোষণা করার পরই শুরু হয় তুমুল বিতর্ক। এরই মাঝে মঙ্গলবার কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) জানান, এই অ্যাপ স্মার্টফোনে থাকা বাধ্যতামূলক নয়, এটা সম্পূর্ণ ঐচ্ছিক। তবে এবার ‘সঞ্চার সাথী’ অ্যাপের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় […] The post Sanchar Saathi | নজরদারি চালানো অসম্ভব! বিতর্কিত ‘সঞ্চার সাথী’ অ্যাপ নিয়ে ব্যাখ্যা কেন্দ্রীয় মন্ত্রীর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 3:46 pm

Kunal on Abhijit Gangopadhyay: ‘শকুনেরা প্রকাশ্যে ক্ষমা চান’, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তদন্তের দাবি কুণালের

Kunal Ghosh: লম্বা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। তোপের পর তোপ দাগলেন বিরোধীদের উদ্দেশ্যে। তাঁর সাফ কথা, চাকরি খাওয়ার রাজনীতির চক্রান্ত প্রমাণিত। তীব্র কটাক্ষের সুরে লিখলেন, ‘সেই আইনজীবী, নেতা, সংশ্লিষ্ট শকুনেরা প্রকাশ্যে ক্ষমা চান। কোথাও কোনও অনিয়ম হলে সেসব ক্ষেত্রে তদন্ত হোক, ব্যবস্থা হোক।’

টিভি 9 বাংলা 3 Dec 2025 3:46 pm

পুতিনের ভারত সফরের আগেই যুদ্ধংদেহি তিন রাষ্ট্রদূত, ‘নতুন বন্ধু’দের ‘বিদ্রোহে’চাপে নয়াদিল্লি

ভারতের সঙ্গে রাশিয়ার 'সুসম্পর্ক' নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট পশ্চিমি দুনিয়া।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 3:46 pm

বাড়ির সামনে অটো রাখা নিয়ে বচসা, সিঁথিতে চলল গুলি

খাস কলকাতায় ফের চলল গুলি!

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 3:44 pm

WB TET verdict: 'চাকরি খাওয়ার পক্ষে রাজ্য সরকার নয়, ৩২ হাজারের চাকরি বহাল রাখার রায় ঘোষণা হতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

WB TET verdict: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আদালতের ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের সিঙ্গল বেঞ্চের রায় সম্পূর্ণভাবে খারিজ করে দিল। এর ফলে বড়সড় স্বস্তি চাকরিরত ৩২ হাজার প্রাথমিক শিক্ষক। উল্লেখ্য, ২০১৪ সালের ‘ক্যাশ ফর জবস’ নিয়োগ কেলেঙ্কারি-র অভিযোগের ভিত্তিতে সিঙ্গল বেঞ্চ ২০২৩ সালে টেট–পাস প্রাথমিক শিক্ষকদের নিয়োগ বাতিলের নির্দেশ দেয়। সেই আদেশের বিরুদ্ধেই ছিল এই মামলার শুনানি। উল্লেখ্য, ২০১৪ সালে অনুষ্ঠিত টেট পরীক্ষায় প্রায় ১.২৫ লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং মোট ৪২,৯৪৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। অভিযোগ ছিল, এই নিয়োগের মধ্যে ৩২ হাজার শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় ঘোষণার পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ‘এক্স’–এ লেখেন, “ডিভিশন বেঞ্চের রায় প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন। সিঙ্গল বেঞ্চের রায় বাতিল হয়েছে। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত। শিক্ষকদেরও শুভেচ্ছা। সত্যের জয় হল।” 'সঞ্চার সাথী' অ্যাপ নিয়ে বিতর্ক চরমে! শেষমেষ কী বললেন যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া? কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়ে দিল, ৩২ হাজার প্রাথমিক শিক্ষক তাদের চাকরিতে বহাল থাকবেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নিয়োগ বাতিলের রায় খারিজ করে এই সিদ্ধান্ত জানায় আদালত। বেঞ্চের পর্যবেক্ষণ, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হলেও এত বিপুল সংখ্যক কর্মীর চাকরি একসঙ্গে বাতিল করা হলে তাদের পরিবার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিন বিচারপতিরা মন্তব্য করেন,“এই ৩২ হাজার শিক্ষক বহু বছর ধরে কাজ করছেন। তাদের পরিবার–পরিজনের কথা বিবেচনা করেই আদালত চাকরি বাতিল করছে না।” Meesho IPO–তে SBI Mutual Fundকে বড়সড় বরাদ্দ, সিদ্ধান্তে ক্ষুব্ধ একাধিক বড় বিনিয়োগকারী ২০১৪ সালের টেট ও নিয়োগ বিতর্ক বিতর্কের শুরু ২০১৪ সালের টেট পরীক্ষা থেকে, যার ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। মোট ৪২,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। কিন্তু নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। ইন্টারভিউ ছাড়াই প্রার্থী নিয়োগ, নম্বর হেরফেরসহ একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসে। ২০২৩-এ ৩২ হাজার শিক্ষককে একযোগে বরখাস্তের নির্দেশ ২০২৩ সালের মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দেন। যদিও তখনই শিক্ষকদের বরখাস্ত করা হয়নি। রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়, যাতে শুধুমাত্র যোগ্য প্রার্থীরাদের স্বীকৃতি দেওয়া হয়। ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টে আইনি লড়াই রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রায়ের বিরুদ্ধে যায় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ নিয়োগ বাতিলের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন, তবে নতুন প্যানেল তৈরির প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেন। পরে রাজ্য সরকার ও পর্ষদ সুপ্রিম কোর্টে জানায়, সব পক্ষকে নিজেদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। শীর্ষ আদালত বিষয়টি ফের হাই কোর্টে ফেরত পাঠিয়ে দেয় এবং ডিভিশন বেঞ্চকে সমস্ত পক্ষের বক্তব্য শুনে চূড়ান্ত রায় দেওয়ার নির্দেশ দেয়। এরপর মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তী নেতৃত্বাধীন বেঞ্চে আসে। আজ সেই বেঞ্চের রায়েই ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকল। CV Ananda Bose: অশান্তির আশঙ্কা থাকলে গ্রেফতার করা হোক হুমায়ুন কবীরকে, রাজ্যকে পরামর্শ রাজ্যপালের শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া রায় প্রকাশের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ‘এক্স’-এ লেখেন, “ডিভিশন বেঞ্চ আজ যে রায় দিয়েছেন, তার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন। সিঙ্গল বেঞ্চের রায় বাতিল হয়েছে। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত। শিক্ষকদের জানাই শুভেচ্ছা। সত্যের জয় হল।” এই রায়ের প্রতিক্রিয়ায়, বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বিচারপতি গঙ্গোপাধ্যায় সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কোনও সরকারি নিয়োগ পরীক্ষা স্বচ্ছভাবে হয়নি। পুলিশের নিয়োগ পরীক্ষা থেকেও ওএমআর শিটের কপি দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কয়েকটি “বিচ্ছিন্ন ভুল, অপরাধ বা গাফিলতি” দেখিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। তাঁর দাবি,“স্বচ্ছ পদ্ধতিতেই আমরা নিয়োগ করি। কিছু ভুল-ত্রুটি হয়েছে, সরকার তা সংশোধনে উদ্যোগী। যোগ্য প্রার্থীরা যাতে দ্রুত চাকরি পান, তার প্রচেষ্টা চলছে।” তিনি আরও বলেন, এই কয়েকটি ঘটনা থেকে রাজনৈতিক ইস্যু তৈরি করা হচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। আজকের এই রায়ের পর মুখ্যমন্ত্রী বলেন, মানবিক দিক থেকে বিষয়টা দেখা হয়েছে, তাতে আমি খুশি। কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া... চাকরি দেওয়া দরকার। চাকরি খেয়ে নেওয়ার পক্ষে রাজ্য সরকার নয়। আমি আজকের রায়ে খুশি। 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে বড় ঘোষণা মমতার! SIR-ওয়াকফ আইন নিয়ে ফের আক্রমণ কেন্দ্রকে

ইন্ডিয়ান এক্সপ্রেস 3 Dec 2025 3:43 pm

ফিটনেস ছাড়পত্র পাওয়া সময়ের অপেক্ষা, টি-টোয়েন্টি সিরিজেই ফিরছেন গিল!

ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন গিল।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 3:42 pm

স্কার্টের নিচে একাধিক কন্ডোম পরে হাজির সানি লিয়ন, সবার সামনে খুলেও ফেললেন

সম্প্রতি বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি বিশেষ ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন ডিজাইনার অ্যাশলে রেবেলো। আর সেখানেই এইডস নিয়ে সচেতনা বাড়াতে এক অভিনব পন্থা নিলেন সানি লিয়ন। তাঁর পোশাকে দেখা মিলল একাধিক কন্ডোম।

টিভি 9 বাংলা 3 Dec 2025 3:41 pm

‘বিচারকে আমরা শ্রদ্ধা করি’, প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহালে উচ্ছ্বসিত মমতা

X হ্যান্ডেলে শিক্ষকদের শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 3:31 pm

‘সঞ্চার সাথী’ইস্যুতে আরও পিছু হটল কেন্দ্র, মোবাইলে থাকবেই না ‘নয়া পেগাসাস’

কোনও গ্রাহক চাইলে নিজে থেকে ইনস্টল করবেন।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 3:30 pm

CM Mamata Banerjee |‘বিজেপিই করেছে!’ওয়াকফ আইন নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাজোলের সভা (Gazol Meeting) থেকে সংশোধিত ওয়াকফ আইন (Waqf Act) নিয়ে সুর সপ্তমে চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কেন্দ্র সরকার তথা বিজেপিকে কাঠগড়ায় তুলে তিনি বললেন, ‘ওয়াকফ আইন রাজ্য নয়, বিজেপি নেতৃত্বাধীন বিজেপি সরকার করেছে।’ পাশাপাশি ওয়াকফ নিয়ে সকলকে ‘অভয়’ দিয়ে তাঁর আরও সংযোজন, ‘আমি থাকতে এখানে কারও সম্পত্তিতে […] The post CM Mamata Banerjee | ‘বিজেপিই করেছে!’ ওয়াকফ আইন নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 3:29 pm

Bikash Bhattacharya: ‘৩২ হাজারের চাকরি থাকায় প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা প্রশ্রয় পেল’, হতাশ বিকাশ

32,000 Primary Jobs: সিপিএম-বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধে। বলেন, “৩২ হাজার চাকরি খাওয়ার পরে যাঁরা একদিন স্লোগান অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ভগবান, এখন উল্টোদিক থেকে স্লোগান উঠছে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় শয়তান।”

টিভি 9 বাংলা 3 Dec 2025 3:28 pm

Kalyan Banerjee: ‘থরোলি পলিটিক্যাল ইনটেনশন’! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজের পর হাসি মুখে খোঁচা কল্যাণের

Kalyan Banerjee On TET Verdict: কল্যাণ বারবার আদালতে সওয়াল করেছিলেন, সব পক্ষকে সাক্ষ্যপ্রমাণ যাচাই করতে না দিয়েই একতরফা রায় দিয়েছিলেন একক বেঞ্চের বিচারপতি। তিনি ডিভিশন বেঞ্চে সওয়াল করেছিলেন, আদালতের সিবিআই তদন্ত করে কী রিপোর্ট দিয়েছে, সেই ব্যাপারেও কিছু জানানো হয়নি। এদিকে কোনও শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধেরও উল্লেখ করেনি সিবিআই।

টিভি 9 বাংলা 3 Dec 2025 3:24 pm

Bratya Basu |‘শিক্ষকদের সতত শুভেচ্ছা, সত্যের জয় হল’, প্রাথমিক মামলায় হাইকোর্টের রায়ের পর পোস্ট শিক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাথমিকে (WB Primary TET Exam) ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। আদালতের রায়ের পরই প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন, শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সোশ্যাল মিডিয়া […] The post Bratya Basu | ‘শিক্ষকদের সতত শুভেচ্ছা, সত্যের জয় হল’, প্রাথমিক মামলায় হাইকোর্টের রায়ের পর পোস্ট শিক্ষামন্ত্রীর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 3:20 pm

Pakistan News: ছিলেন ‘ডেথ সেল’-এ, Imran Khan-এর খোঁজ নেই, আদৌ বেঁচে রয়েছেন?

Imran Khan, Pakistan News: দেশকে বিশ্বকাপ জেতানো অধিনায়ককে জেলের মধ্যে পিটিয়ে খুন, এটা হয়তও শুধুমাত্র পাকিস্তানেই সম্ভব। পাকিস্তান দেশটাকে আমরা সকলেই হাড়ে হাড়ে চিনি। আর সেই কারণেই হয়ত ইমরানকে খুনের অভিযোগ আমাদের কাছে খুব বেশি অবাক করার মতো নয়।

টিভি 9 বাংলা 3 Dec 2025 3:18 pm

Bank Merger: চিন্তায় লাখ লাখ গ্রাহক, এই ৪ ব্যাঙ্কের অস্তিত্ব থাকবে না আর? কেন্দ্রের কী সিদ্ধান্ত, মিলল উত্তর

PSU Bank Merger: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের মতো ছোট ব্যাঙ্ককে দেশের বড় বড় ব্যাঙ্কে মিলিয়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করছিল সরকার। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অব বরোদার মতো বড় বড় ব্যাঙ্কে এই ছোট ব্যাঙ্কগুলি মিলিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

টিভি 9 বাংলা 3 Dec 2025 3:05 pm

SSC-র গ্রুপ সি ও ডি-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 3:00 pm

মুহূর্তে জালিয়াতি ধরবে Reserve Bank Of India, এল নতুন Application!

Reserve Bank of India: এবার আপনার নেট ব্যাঙ্কিংয়ের লেনদেনে রিয়েল টাইমে নজর রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে, মূলত ক্রিপ্টোকারেন্সি ও গেমিংয়ের মতো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলোতে টাকার লেনদেনের উপর রাশ টানা সহজ হবে।

টিভি 9 বাংলা 3 Dec 2025 2:59 pm

শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও বিএলও-র কাজ, সংক্রমণ ছড়িয়ে হাসপাতালে ভর্তি শিক্ষক

একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 2:56 pm

Nuts |কোন বাদামে কী উপকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ন্যাকস হিসেবে বাদাম (Nuts) খেতে কে না পছন্দ করেন! প্রোটিন, ভিটামিন ও বিভিন্নরকম খনিজে সমৃদ্ধ বাদাম স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু তাই বলে মুঠো মুঠো বাদাম খেলেই যে পুষ্টি হবে তা কিন্তু নয়। দেখে নেওয়া যাক, কোন বাদামে কী পুষ্টি রয়েছে। কাজুবাদাম কাজুবাদামে থাকা আয়রন মহিলাদের জন্য বেশ ভালো। এছাড়া কাজুবাদামে জিঙ্ক, […] The post Nuts | কোন বাদামে কী উপকার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 2:55 pm

‘মথুরা-জ্ঞানবাপী ছাড়ুক মুসলিমরা’, বলছেন রামমন্দিরের সমীক্ষক প্রাক্তন ASI ডিরেক্টর কে কে মহম্মদ

তাঁর রিপোর্টের ভিত্তিতেই অযোধ্যায় মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 2:53 pm

‘কাশী-তামিল মিলন উৎসবে শক্তিশালী এক ভারত-শ্রেষ্ঠ ভারত ভাবধারা’, মন্তব্য যোগীর

জাতীয় শিক্ষায় তামিল ভাষাকে যুক্ত করার ঘোষণা মুখ্যমন্ত্রীর।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 2:53 pm

Shawkat on ISF: ‘পুলিশকে জানালে আইএসএফ জানতে পেরে যায়’, প্রশাসনের বিরুদ্ধেই ক্ষুব্ধ শওকত

Bhangar: বোমা বাঁধার খবর প্রশাসনের কাছে পৌঁছে দিলেও সেই খবর চলে যাচ্ছে আইএসএফের কাছে। এমনটাই অভিযোগ শওকতের। কারও নাম না করলেও ভাঙড় থানার পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শওকতকে। তোপের পর তোপ দাগেন আইএসএফের বিরুদ্ধেও।

টিভি 9 বাংলা 3 Dec 2025 2:52 pm

Calcutta High Court TET Verdict: বড় স্বস্তি ৩২ হাজার শিক্ষকের, চাকরি বাতিল হচ্ছে না জানাল ডিভিশন বেঞ্চ

Primary recruitment case: ২০১৪ সালে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। তারপর হয় টেট। তার ভিত্তিতে ২ বার নিয়োগ প্রক্রিয়া চলে। ৪২ হাজার ৫০০ জনের বেশি শিক্ষক নিয়োগ করা হয়। আর ওই নিয়োগ প্রক্রিয়াতেই বেনিয়মের অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলা হয়। ২০২৩ সালের ১২ মে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন ৩২ হাজার শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দেন।

টিভি 9 বাংলা 3 Dec 2025 2:45 pm

PM Narendra Modi |কোন ‘বাণে’বাংলার মসনদ দখল? দিল্লির বৈঠক থেকে বঙ্গ সাংসদদের বার্তা নরেন্দ্র মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানীর বুকে বঙ্গ সাংসদদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক থেকে বিধানসভা নির্বাচনে বাংলার জন্য টার্গেট বেঁধে দিলেন নমো। তাঁর স্পষ্ট বার্তা, ‘বাংলার মসনদ দখল করতে যে লড়াই চলছে তা চালিয়ে যেতে হবে। পাশাপাশি নির্বাচনে জয়লাভ নিশ্চিত করতে হবে।’ এসআইআর আবহে দিল্লির বুকে বঙ্গ সাংসদদের সঙ্গে মোদির জরুরি বৈঠক, […] The post PM Narendra Modi | কোন ‘বাণে’ বাংলার মসনদ দখল? দিল্লির বৈঠক থেকে বঙ্গ সাংসদদের বার্তা নরেন্দ্র মোদির appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 2:44 pm

Elephants |দলছুট তিন হাতি ভাবাচ্ছে বনকর্মীদের

শুভাশিস বসাক, ধূপগুড়ি: জঙ্গলে ফিরলেও এক জায়গায় দাঁড়িয়ে থাকছে না জখম হাতি। তোতাপাড়া থেকে রেতি জঙ্গল হয়ে দলগাঁও ফিরতে পারে হাতিটি। এই পরিস্থিতিতে করিডরে নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে দলগাঁও জঙ্গলে ঢুকে যাওয়া দলের অপর হাতি দুটিও মাদারিহাটের দিকে এগোচ্ছে। এই তিনটি হাতিই (Elephants) এখন মাথাব্যথার কারণ বন দপ্তরের। দলছুট হাতিগুলিকে নিয়ে বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়েছেন […] The post Elephants | দলছুট তিন হাতি ভাবাচ্ছে বনকর্মীদের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 2:41 pm

WB Primary TET Exam |৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল, প্রাথমিক মামলায় জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাথমিকে (WB Primary TET Exam) ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়েছে, দুর্নীতির তদন্ত অব্যাহত থাকবে। তবে দুর্নীতি হয়েছে বলে সবার চাকরি বাতিল করা যায় না। দীর্ঘ […] The post WB Primary TET Exam | ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল, প্রাথমিক মামলায় জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 2:40 pm

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হাই কোর্টে, তবে ‘দুর্নীতি’তে তদন্ত

বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ রায়দান করে।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 2:40 pm

‘কোনও ধর্মস্থানে হাত দিতে দেব না’, মালদহের সভা থেকে মমতার ওয়াকফ আশ্বাস

মানুষকে বিশ্বাস রাখার কথা বলেছেন তিনি।

সংবাদপ্রতিদিন 3 Dec 2025 2:37 pm

Madarihat |মাহুতদের স্নেহে বড় হচ্ছে লাকি

নীহাররঞ্জন ঘোষ, মাদারিহাট : মাহুতকে ফিডিং বোতলে গুঁড়ো দুধ আনতে দেখলেই ছুটে আসছে ‘সে’। ‘সে’ অর্থাৎ ‘লাকি’, গত দুর্যোগে মেচি নদীতে ভেসে যাওয়া যে হস্তীশাবকটির নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী। বনকর্তারা জানাচ্ছেন, খাওয়াদাওয়ার পর ঘুম দেওয়ার অভ্যাস তৈরি হয়েছে সেটির। বাকি সময়টা কেটে যাচ্ছে মাহুতদের সঙ্গে খুনশুটি করে। হলং সেন্ট্রাল পিলখানায় সকলের পরিচর্যা ও আদরে বড় হয়ে […] The post Madarihat | মাহুতদের স্নেহে বড় হচ্ছে লাকি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 2:36 pm

Palaash Muchhal |বিয়ে স্থগিত, উঠেছে ‘প্রতারণা’র অভিযোগও! এরই মাঝে প্রেমানন্দ মহারাজের আশ্রমে পলাশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ২৩ নভেম্বর ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) সঙ্গে চার হাত এক হওয়ার কথা ছিল সুরকার পলাশ মুচ্ছলের (Palaash Muchhal)। কিন্তু শেষ মুহূর্তে স্মৃতির বাবার অসুস্থতার কারণে বিয়ে স্থগিত হয়ে যায়। এরপরই সামনে এসেছে পলাশের নামে প্রতারণার অভিযোগও। যা নিয়ে রীতিমতো তোলপাড় নেটপাড়া। এবার এরই মাঝে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের […] The post Palaash Muchhal | বিয়ে স্থগিত, উঠেছে ‘প্রতারণা’র অভিযোগও! এরই মাঝে প্রেমানন্দ মহারাজের আশ্রমে পলাশ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 2:32 pm

Jalpaiguri News: মাটি খুঁড়ে সদ্যোজাতকে কবর দিচ্ছিলেন মা? এলাকাবাসী দেখতেই পালিয়ে গেলেন

এলাকাবাসীর দাবি, শিশুটির মা তাকে খুন করে প্রমাণ লোপাটের দেহ কবর দেওয়ার চেষ্টা করছিলেন। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে সদ্যজাতর বাবাকে। অভিযুক্তের নাম জিয়ারুল হক। শিশুটির মা পলাতক। গোটা ঘটনার তদন্তে নেমেছে ক্রান্তি পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের রাজাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায়।

টিভি 9 বাংলা 3 Dec 2025 2:31 pm

CPM |সেলিমের মন্তব্যে মর্মাহত অশোক, নালিশ জানাবেন নেতৃত্বকে

তমালিকা দে, শিলিগুড়ি : তিনি উত্তরবঙ্গের একদা দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা। টানা ২০ বছর শুধু রাজ্যের মন্ত্রী থাকাই নয়, অশোক ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের অন্যতম প্রিয়পাত্র ছিলেন। তিনি দলের প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসেরও আস্থাভাজন ছিলেন। তাঁকে উত্তরবঙ্গের অঘোষিত মুখ্যমন্ত্রী বলা হত। এখনও যথেষ্টই কর্মঠ। কিন্তু ‘বয়স ফ্যাক্টর’-কে ব্যবহার করে সিপিএমের রাজ্য […] The post CPM | সেলিমের মন্তব্যে মর্মাহত অশোক, নালিশ জানাবেন নেতৃত্বকে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 2:31 pm

Home Rent: চাপে আপনার বাড়িওয়ালা, ভাড়াটিয়ার হাতে একাধিক সুবিধা!

Landlord and Rented House: এবার ভাড়াটিয়াকে তুলতে গেলে তাঁকে সময় দিতে হবে কিছুটা। নয়া এই আইন বলছে অন্তত ৩ মাস আগে নোটিস দিতে হবে। তবেই বাড়িওয়ালা ভাড়াটিয়াকে বাড়ি থেকে তুলতে পারবেন। আজ বলেই কালকে ভাড়াটিয়াকে তোলা যাবে না।

টিভি 9 বাংলা 3 Dec 2025 2:29 pm

Khaleda Zia |খালেদা জিয়ার শারীরিক অবস্থা উদ্বেগজনক, বিদেশ থেকে গিয়েছেন চিকিৎসকেরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (Khaleda Zia)-র শারীরিক অবস্থা উদ্বেগজনক। হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, খালেদা জিয়ার শরীরে বিভিন্ন জটিলতা রয়েছে। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। খালেদার হৃদযন্ত্র, যকৃৎ, কিডনি এবং ফুসফুসে নানা ধরনের সমস্যা রয়েছে। সেই সব জটিলতা এখনও কাটেনি। বিএনপি (BNP) […] The post Khaleda Zia | খালেদা জিয়ার শারীরিক অবস্থা উদ্বেগজনক, বিদেশ থেকে গিয়েছেন চিকিৎসকেরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 3 Dec 2025 2:28 pm

জুবিন গর্গ আজও ‘জীবিত’! বলছে সরকারি নথি

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অসমে চলছে এসআর। অসমে ভোটের তালিকায় ঝাড়াই বাছাইয়ের সময় এক অন্য চিত্রই ধরা পড়ল। বলা ভাল এক টুকরো হৃদয় যেন উঠে এল ভোটার লিস্টের কাগজে। বিলওর এমন পদক্ষেপকে কুর্ণিশ জানাচ্ছে নেটপাড়া।

টিভি 9 বাংলা 3 Dec 2025 2:28 pm

Ramdev Yoga: ফুসফুসকে সুস্থ রাখতে রামদেবের বলা এই যোগাসনগুলি করুন, দূষণও প্রভাব ফেলতে পারবে না…

Yoga for Lungs Health: একের পর এক শহরে বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের উপরে সরাসরি প্রভাব ফেলছে। বায়ুদূষণে সবচেয়ে বেশি প্রভাব পড়ে ফুসফুসের উপর, যার ফলে অ্যালার্জি এবং শ্বাসকষ্ট সহ অনেক সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে, যোগব্যায়াম একটি প্রাকৃতিক থেরাপি, যা ফুসফুসের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

টিভি 9 বাংলা 3 Dec 2025 2:23 pm

Nadia Trinamool: অবসরপ্রাপ্ত জওয়ানের ভিটে মাটি হাতিয়ে নিয়েছে তৃণমূল নেতা, অভিযোগ এমনই!

Indian Army Personnel: একজন দেশপ্রেমিক, যিনি দেশের জন্য লড়েছেন, এমন মানুষের জমি-বাড়ি হাতিয়ে নিল কে? ঘটনায় অভিযোগের তির নদিয়ার হাঁসখালি তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার ওই অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতা সজল ঘোষ।

টিভি 9 বাংলা 3 Dec 2025 2:18 pm

Cow Smuggling: গরুপাচার মামলায় বনগাঁ থেকে গ্রেফতার বিজেপি নেতা

Bangaon:জানা গিয়েছে, ২০১৭ সালের একটি পুরনো গরুপাচার মামলায় মঙ্গলবার রাতে অভিযুক্তের বাড়িতে যায় পুলিশ। বনগাঁ থানার অন্তর্গত পুরাতন বনগাঁ এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বনগাঁ দক্ষিণ বিধানসভার ৭৭ নম্বর বুথের বুথ সভাপতি। এতদিন জামিনে ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পুলিশ এদিন তাঁকে গ্রেফতার করেছে।

টিভি 9 বাংলা 3 Dec 2025 2:17 pm

Harshit Rana: আচমকা 'দুঃসংবাদ' ভারতীয় ক্রিকেট শিবিরে, হর্ষিতের সামনে চরম বিপদ!

Harshit Rana: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) পেস বোলার হর্ষিত রানার উপর আচমকা নেমে এসেছে শাস্তির খাড়া। খেলা চলাকালীন 'রোয়াব' দেখানোর কারণে এবার তিনি নিজের বিপদ কার্যত নিজেই ডাকলেন। এই খারাপ আচরণের জন্য আইসিসি (ICC) ইতিমধ্যে হর্ষিতকে সাবধান করে দিয়েছে। সেইসঙ্গে হর্ষিতের খাতায় যুক্ত করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে দিবল্ড ব্রেভিসকে আউট করেছিলেন হর্ষিত রানা। এরপর তিনি প্রোটিয়া ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার ইঙ্গিত করেন। উল্লেখ্য, প্রথম ওয়ানডে ম্য়াচে হর্ষিত দুর্দান্ত বল করেন। তিনি মোট ৩ উইকেট শিকার করেছিলেন। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট দল ১৭ রানে জয়লাভ করে। Ind vs SA Live Updates, 2nd ODI: শুরুতেই আউট রোহিত শর্মা, ব্যাট হাতে নামলেন বিরাট শাস্তি পেলেন হর্ষিত রানা প্রথম ওয়ানডে ম্য়াচে অহেতুক আগ্রাসন দেখানোর কারণেই হর্ষিত রানাকে শাস্তি দিয়েছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাঁচি ওয়ানডে ম্য়াচে হর্ষিত কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারা লঙ্ঘন করেন। আর সেকারণে তাঁর খাতায় একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২২ ওভারে দিবল্ড ব্রেভিসকে আউট করেছিলেন হর্ষিত রানা। এরপর তিনি আগ্রাসী ভঙ্গিতে ব্রেভিসকে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ইঙ্গিত করেন। IND vs SA 2nd ODI, Live Streaming Details: ক'টা থেকে শুরু হবে দ্বিতীয় ওয়ানডে? না জানলে মিস করবেন হর্ষিতের এই আচরণকে আইসিসি 'আগ্রাসী' তকমা দিয়েছে। আর সেকারণে এই ভারতীয় পেস বোলারকে শাস্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, হর্ষিতও ইতিমধ্যে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। প্রথম ওয়ানডে ম্য়াচে হর্ষিত বল হাতে আগুন পারফরম্য়ান্স করেন। তিনি ১০ ওভারের স্পেলে ৬৫ রান খরচ করে ৩ উইকেট নিজের ঝুলিতে পুরে নেন। IND vs SA 2nd ODI, Pitch Report: রানের ফুলঝুরি না উইকেটের বন্যা, কোন রহস্য লুকিয়ে রায়পুরের উইকেটে? দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে ব্যাট করতে নেমেছে ভারত ইতিমধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে খেলতে নেমেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এই ম্য়াচটি রায়পুরের বীর শহিদ নারায়ণ সিং ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। টস হেরে ব্যাট করতে নেমেছে ভারত। শুরু থেকে বেশ ভালোই ব্যাট করছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু, ১৪ রান করে তাঁকে ফিরে যেতে হয়। ৫ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল এক উইকেট হারিয়ে ৪০ রান করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 3 Dec 2025 2:16 pm