SYED MUSHTAQ ALI Trophy: ইডেন গার্ডেন্সে এর আগে চণ্ডীগড়, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বৈভব করেন যথাক্রমে ১৪, ১৩ ও ৫ রান। এ বার রানে ফিরলেন বৈভব। তবে শুধু রানেই নয়, সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডও গড়েছেন তিনি। কী সেই রেকর্ড?
‘ব্যক্তিগত জীবন…’, তৃণাকে আনফলো নীলের, বিয়ে ভাঙছে?
তাহলে কি সত্যি বিচ্ছেদের পথে 'তৃনীল' জুটি?
বিরোধী চাপে নতিস্বীকার, সংসদে SIR নিয়ে আলোচনায় রাজি সরকার পক্ষ!
মঙ্গলবারই বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে বৈঠক চায় কেন্দ্র।
Sanchar Saathi |‘সঞ্চার সাথী’ অ্যাপ স্মার্টফোনে বাধ্যতামূলক নয়! বিতর্ক বাড়তেই স্পষ্ট করল কেন্দ্র
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমস্ত স্মার্টফোনে রাষ্ট্র-পরিচালিত সাইবার নিরাপত্তা অ্যাপ ‘সঞ্চার সাথী’ (Sanchar Saathi) থাকা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্র। আর এরপরেই শুরু হয় হয়েছে তুমুল বিতর্ক। তবে বিতর্ক বাড়তেই এবার মুখ খুলল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট জানিয়েছেন, ‘সঞ্চার সাথী’ অ্যাপ স্মার্টফোনে রাখা বাধ্যতামূলক নয়, এটা সম্পূর্ণ ঐচ্ছিক। কেউ চাইলে অ্যাপটি ডিলিটও […] The post Sanchar Saathi | ‘সঞ্চার সাথী’ অ্যাপ স্মার্টফোনে বাধ্যতামূলক নয়! বিতর্ক বাড়তেই স্পষ্ট করল কেন্দ্র appeared first on Uttarbanga Sambad .
দ্বিতীয় বিয়ের জন্য সামান্থাকে শুভেচ্ছা ডেভিড বেকহ্যামের, ধন্যবাদ জানিয়ে কী বললেন নায়িকা?
বেকহ্যামের মিষ্টি শুভেচ্ছাবার্তায় আপ্লুত নবপরিণীতা নায়িকা।
SIR: রাত ৯টা থেকে ১১টার মধ্যে আসছে ফোন? জেলাশাসকদের বরাভয় মুখ্যমন্ত্রীর
SIR In WB: সোমবার মুখ্যসচিবের সঙ্গে প্রত্যেক জেলাশাসকের একটি বিশেষ বৈঠক ছিল। সেটা উন্নয়নমূলক বৈঠক ছিল। সূত্রের খবর, সেই বৈঠকে আচমকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি যোগদান করেন। জানা যাচ্ছে, সেখানেই মুখ্যমন্ত্রী সরাসরি নির্বাচন কমিশনের নাম না করে বলেন, রাজ্য সরকারেরই এক অফিসারকে স্পেশ্যাল রোল অফিসার হিসাবে পাঠিয়েছে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পুলিশ। সূত্রের খবর, বারাসাত আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে, বিডিওর আগাম জামিনের বিরোধিতায় উচ্চ আদালতে মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ কমিশনারেটের। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। কিন্তু সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বারাসাত আদালতে আগাম […] The post Rajganj BDO | বারাসাত আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ! বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ পুলিশ appeared first on Uttarbanga Sambad .
Vi Share Price: দাম বাড়ল ভোডাফোনের শেয়ারের, আরও বাড়বে? পিছনে রয়েছে কোন কারণ?
Vodafone Idea Share Price Surges: ২০২৫-এর সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির এজিআর বকেয়ার পরিমাণ প্রায় ৭৮ হাজার ৫০০ কোটি টাকা। গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট সরকারকে এই বকেয়া পুনর্বিবেচনার অনুমতি দিয়েছে। আর এই বিষয়টাই ভোডাফোনের কাছে বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
রাতভর শৌচালয়ের সামনে পড়ে সদ্যোজাত, কান্নার শব্দ শুনে সকালে উদ্ধার, নবদ্বীপে শোরগোল
কে বা কারা সদ্যোজাতকে ফেলে দিয়ে গেলেন তদন্তে পুলিশ।
Humayun Kabir: ‘৬ তারিখ জাতীয় সড়ক মুসলিমদের দখলে থাকবে’, হুঙ্কার হুমায়ুনের
National Highway: আরএসএসের দালাল বলে কটাক্ষ করে আক্রমণের ধার আরও বাড়াতে দেখা যায় হুমায়ুনকে। তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, “যখন বেলডাঙায় কার্তিক পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো হচ্ছে তখন এই মুর্শিদাবাদের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সবটা সুষ্ঠভাবে পরিচালনা করতে ব্যস্ত হয়ে পড়ে। এসপি, আইসি, ওসি, এসডিপিও সব মাঠে নেমে পড়ে।”
SIR খসড়ায় ছিল ‘Citizenship Act’, চূড়ান্ত নির্দেশে নেই! রহস্য আরও ঘনীভূত
Special Intensive Revision-SIR: নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় পুনর্মূল্যায়ন (SIR) নিয়ে নির্বাচন কমিশনের ২৪ জুনের আদেশ জারি হওয়ার দিনই কমিশনার সুখবীর সিং সান্ধু খসড়া নির্দেশনাতে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছিলেন, এমনটাই উঠে এসেছে সরকারি নথি পর্যালোচনায়। খসড়া নির্দেশিকায় সান্ধু লিখেছিলেন, “বয়স্ক, অসুস্থ, প্রতিবন্ধী, দরিদ্র এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ শ্রেণির প্রকৃত ভোটাররা যেন কোনওভাবেই হয়রানির শিকার না হন এবং তাঁদের সমস্ত রকম সুবিধা দেওয়া হয়, এই ব্যাপারে বিশেষ সতর্কতা নিতে হবে।” এই মন্তব্যের পেছনে ছিল সর্বজনীন ভোটারদের কাছ থেকে এনুমারেশন ফর্ম পূরণ করানোর নির্দেশ এবং নির্দিষ্ট শ্রেণির নাগরিকদের অতিরিক্ত নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা। আরও পড়ুন- Weekend Getaways: কলকাতার একদম পাশেই স্বর্গ! সৌন্দর্য্য ঝড় তুলছে ফেসবুকে, সপ্তাহান্তে বেড়ানোর 'সেরার সেরা' ঠিকানা এই খসড়ায় স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আরও বিশেষ বিষয়, খসড়া নির্দেশটি সেদিনই হোয়াটসঅ্যাপে অনুমোদিত হয়, যা নির্দেশের জারির তড়িঘড়ি বোঝায়। চূড়ান্ত নির্দেশে বড় পরিবর্তন: বাদ গেল ‘Citizenship Act’-এর উল্লেখ খসড়া আদেশের ২.৫ ও ২.৬ অনুচ্ছেদে বিশেষভাবে উল্লেখ ছিল যে ২০০৪ সালে Citizenship Act–এ বড় সংশোধনের পর এই প্রথম সারা দেশে SIR চালানো হচ্ছে। সেই সংশোধনকেই যুক্তি হিসেবে দেখানো হয়েছিল নিবিড় পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে। আরও পড়ুন- SIR: মৃত নেই, ভুয়ো নেই, সবাই ঠিক! বাংলার ২,২০৮ বুথে কী ঘটছে? SIR পর্বে তোলপাড় রাজ্য কিন্তু ২৪ জুন সন্ধ্যায় প্রকাশিত চূড়ান্ত নির্দেশে ওই অংশ পুরোপুরি বাদ দেওয়া হয়।বরং ৮ নম্বর অনুচ্ছেদে শুধুমাত্র সংবিধানের অনুচ্ছেদ ৩২৬–এর নাগরিকত্বের শর্তের কথা বলা হয়। সেখানে লেখা, “একজন নির্বাচকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে তিনি ভারতের নাগরিক হতে হবে… কমিশনের সাংবিধানিক দায়িত্ব শুধুমাত্র নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করা।” তবে অনুচ্ছেদটি শেষ হয়েছে হঠাৎই, সেমিকোলনের পর বাক্য অসম্পূর্ণ। এ নিয়ে কমিশন এখনও কোনও মন্তব্য করেনি। আরও পড়ুন- West Bengal news live Updates: SIR নিয়ে আইনি লড়াইয়ে আজ নতুন অধ্যায়, শুনানি সুপ্রিম কোর্টে সান্ধুর সতর্কবার্তা চূড়ান্ত নির্দেশে প্রতিফলিত: The Indian Express সান্ধুর মন্তব্য নিয়ে জানতে চাইলে তিনি প্রতিক্রিয়া দেননি। নির্বাচন কমিশনের মুখপাত্রের কাছেও কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে চূড়ান্ত আদেশে সান্ধুর উদ্বেগ প্রতিফলিত হয়েছে। ১৩ নম্বর অনুচ্ছেদে তাঁরই তোলা বিষয়টি শব্দগত পরিবর্তনে অন্তর্ভুক্ত করা হয়েছে, “এটি একটি নিবিড় পুনর্মূল্যায়ন। ২৫ জুলাই, ২০২৫–এর মধ্যে এনুমারেশন ফর্ম জমা না হলে নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। আরও পড়ুন- West Bengal Weather Update: ঘূর্ণিঝড় সরতেই হানা শীতের, পারদ পতনে কাঁপবে বঙ্গ, আসছে মরসুমের প্রথম বড় শৈত্যপ্রবাহ তবে বয়স্ক, অসুস্থ, বিশেষ চাহিদা সম্পন্ন, দরিদ্র এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে কোনওভাবেই হয়রানি না করে, তাঁদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে হবে।” তবে সান্ধুর খসড়ায় উল্লেখ থাকা “citizens” শব্দটি শেষ পর্যন্ত বাদ পড়ে।
নির্ধারিত দিনেই পোর্টালে নথিভুক্ত করতে হবে ওয়াকফ সম্পত্তি, সময়সীমা বাড়াল না সুপ্রিম কোর্ট
কী পরামর্শ আদালতের?
ফুলশয্যার ঘর সাজাবেন কেমন করে? এই পথেই উপচে পড়বে সুখ
কী বলছে জ্যোতিষশাস্ত্র?
সানি, ববি, এষা নয়, ধর্মেন্দ্রর কোটি টাকার সম্পত্তি পেল এই পরিবার!
ধর্মেন্দ্রর দুই ছেলে সানি, ববি, দুই মেয়ে এষা ও অহনা সম্পত্তির ভাগ অবশ্যই পাবেন। তবে এবার শোনা গেল, পঞ্জাবে থাকা ধর্মেন্দ্রর প্রায় বিশাল অঙ্কের এক জমির ভাগ পাবেন না তাঁর পরিবার। বরং মৃত্যুর বহুদিন আগেই সেই সম্পত্তি পরিবারের অন্য সদস্যদের নামে আগে থেকেই করে দিয়ে গিয়েছেন বলিউডের হিম্যান।
দক্ষিণ আফ্রিকা কোচের ‘অপমানজনক’মন্তব্যের যোগ্য জবাব, রাঁচিতে কী করলেন বিরাট?
গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের শেষে বিতর্কিত মন্তব্য করেন শুকরি কনরাড।
Ranchi News: রাঁচির বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক কোটি নগদ টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। তাঁদের অনুমান, হাওয়ালা চক্রের মাধ্যমে এই বিপুল সম্পত্তি তৈরি করেছেন নরেশ। ইতিমধ্য়েই তাঁর বিরুদ্ধে আরব আমিরশাহি, নাইজেরিয়া এবং আমেরিকা জুড়ে বেনামী শেল কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে।
Weather Update |এবার রাজ্যে বাড়বে শীতের দাপট! পারদ পতনের পূর্বাভাস দুই বঙ্গে, রইল আপডেট…
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহেই শীতের দাপট বাড়বে রাজ্যজুড়ে (Weather Update)। নভেম্বরে শীত কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে তাপমাত্রার খুব একটা হেরফের হয়নি। কিন্তু ডিসেম্বরে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। কারণ তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নামবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) সর্বত্র থাকবে কুয়াশা। তবে বেলা বাড়লে তা কেটে যাবে। আগামী চারদিনের মধ্যে […] The post Weather Update | এবার রাজ্যে বাড়বে শীতের দাপট! পারদ পতনের পূর্বাভাস দুই বঙ্গে, রইল আপডেট… appeared first on Uttarbanga Sambad .
‘শান্তি হ্যাঁ, যুদ্ধ না’, ট্রাম্পের হুমকির মধ্যেই নেচে উঠলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট!
ট্রাম্পের 'MAGA'র প্রতীক লাল বেসবল টুপি মাদুরোর মাথায়!
Gautam Gambhir |রোকো বনাম গুরু গম্ভীর ‘যুদ্ধ’ নিয়ে বাড়ছে উত্তাপ
রায়পুর: লড়াই শুরু হয়ে গিয়েছে। গোলাগুলিও চলছে। সঙ্গে বাড়ছে উত্তাপ!আপাতত স্কোরলাইন বিবেচনা করলে বলা যেতেই পারে, ‘রোকো’-১। গুরু গম্ভীর-০। আরও স্পষ্ট করে বললে, ‘রোকো’ জুটিই এখন গুরু গম্ভীরের ত্রাতা, ভরসা, বিপত্তারিণীও। ২০২৪ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া। দিন কয়েক আগে ঘরের মাঠে ফের টেস্ট সিরিজে চুনকাম হওয়ার লজ্জা। এবার প্রতিপক্ষ দক্ষিণ […] The post Gautam Gambhir | রোকো বনাম গুরু গম্ভীর ‘যুদ্ধ’ নিয়ে বাড়ছে উত্তাপ appeared first on Uttarbanga Sambad .
Cooch Behar |দিশা দেখাল না শিল্প সম্মেলন! কেন?
কোচবিহার: দুই জেলার সাড়ে চারশোরও বেশি উদ্যোগীকে নিয়ে শিল্প সম্মেলন হল বটে কিন্তু আগামীদিনে পথ চলার কোনও নির্দিষ্ট রূপরেখা দেখা গেল না। সোমবার কোচবিহারের উৎসব অডিটোরিয়ামে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রায় ৪৫০ উদ্যোগীকে নিয়ে এই প্রথম শিল্প সম্মেলন হল। বিভাগীয় মন্ত্রী সেখানে ভাষণ দেন। দুপুরে খাওয়াদাওয়াও হল। কিন্তু তাতে আদৌ এই দুই জেলায় আগামীদিনে কোনও […] The post Cooch Behar | দিশা দেখাল না শিল্প সম্মেলন! কেন? appeared first on Uttarbanga Sambad .
ভবিষ্যৎ নিয়ে বোর্ড বৈঠকের আগে নির্বাচকের সঙ্গে ‘গোপন’আলোচনা কোহলির, কী কথা হল?
পরে গম্ভীরের সঙ্গেও কথা বলেন বোর্ডের নির্বাচক।
একসঙ্গে বেড়ে ওঠা, জীতুর সঙ্গে ‘চিরদিনই’সফর শুরু হতেই শিরিনকে শুভেচ্ছা আরাত্রিকার
আদুরে পোস্টে কী লিখলেন অভিনেত্রী আরাত্রিকা?
SIR: আজকের পর আর ফর্ম আপলোড নয়, ঠিক কী নির্দেশ দিল কমিশন
SIR-এর ফর্ম জমা দেওয়ার জন্য সময়সীমা ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। এই কয়েকদিনে বিএলও ও ইআরও-দের কী করতে হবে, তা নিয়ে এবার বিশেষ নির্দেশ দেওয়া হল কমিশনের তরফে। কোন কোন ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে।
Cooch Behar |মহিলা নিরাপত্তারক্ষীকে মার! এমজেএন মেডিকেলে ধুন্ধুমার, আটক রোগীর আত্মীয়
কোচবিহার: ফের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। হাসপাতালে কর্তব্যরত এক মহিলা নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ উঠেছে রোগীর পরিজনের বিরুদ্ধে। আহত অবস্থায় মামণি বানু নামে ওই নিরাপত্তারক্ষী হাসপাতালেই চিকিৎসা করান। অভিযুক্ত সৌরভ হককে আটক করেছে পুলিশ। এমএসভিপি সৌরদীপ রায় বলেন, ‘এধরনের ঘটনা কখনোই কাম্য নয়। প্রত্যেককেই নিয়ম মেনে চলা উচিত।’ কোতোয়ালি থানার পুলিশ […] The post Cooch Behar | মহিলা নিরাপত্তারক্ষীকে মার! এমজেএন মেডিকেলে ধুন্ধুমার, আটক রোগীর আত্মীয় appeared first on Uttarbanga Sambad .
Vaibhav Suryavanshi Century: ইতিহাস গড়লেন বৈভব, ইডেনে হাঁকালেন ধামাকাদার শতরান!
Vaibhav Suryavanshi: ভারতীয় ক্রিকেটের 'বিস্ময় বালক' বৈভব সূর্যবংশী আরও একবার নিজের যোগ্যতার প্রতি সুবিচার করলেন। চলতি সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের (Syed Mushtaq Ali Trophy) প্রথম তিনটে ম্য়াচে নজর কাড়তে পারেননি বৈভব। তা নিয়ে যথেষ্ট সমালোচনার ঝড়ও উঠতে শুরু করেছিল। তবে আরও একবার তিনি চওড়া ব্যাটে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে হাঁকালেন বিধ্বংসী একটি শতরান। সেইসঙ্গে এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে শতরানের নজির কায়েম করলেন। (বিস্তারিত আসছে...)
Bibiano Fernandes |এশিয়ান কাপে পৌঁছে বিশ্বকাপের স্বপ্ন বিবিয়ানোর চোখে
সুস্মিতা গঙ্গোপাধ্যায়,কলকাতা: শুধু এশিয়ান কাপের মূলপর্বে খেলাই নয়, এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের স্বপ্নও দেখতে শুরু করেছেন বিবিয়ানো ফার্নান্ডেজ। দল পৌঁছে গেছে এশিয়ান কাপের মূলপর্বে। কাজ শেষে আপাতত ছুটি কয়েকটা দিনের। দুপুর দুটো নাগাদ উড়ান থেকে নেমে নিজেই ফোন করলেন। বলেছেন, ‘গোয়াতে এসে এই নামলাম। তাই আপনি ফোনে পাননি। এখন কয়েকটা দিনের বিশ্রাম।’ দলকে ছুটি দিলেও ইতিমধ্যেই […] The post Bibiano Fernandes | এশিয়ান কাপে পৌঁছে বিশ্বকাপের স্বপ্ন বিবিয়ানোর চোখে appeared first on Uttarbanga Sambad .
মোদিকে ধন্যবাদ বিএনপির, খালেদা জিয়াকে নিয়ে ‘গুজব’ওড়ালেন ব্যক্তিগত চিকিৎসক
'চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া', জানাল বিএনপি।
‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন’, খালেদা জিয়াকে নিয়ে ‘গুজব’ওড়ালেন ব্যক্তিগত চিকিৎসক
খালেদা জিয়ার চিকিৎসায় সাহায্যের প্রতিশ্রুতিতে মোদিকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।
Cooch Behar |বন্ধ হচ্ছে উড়ান! ফেব্রুয়ারিতেই থমকে যাবে পরিষেবা
কোচবিহার: মাত্র একটা বিমান সংস্থাই কোচবিহারে বিমান চালাত। নির্বাচনের মুখে সেই পরিষেবাও বন্ধ হয়ে যাচ্ছে। সোমবার সংশ্লিষ্ট সংস্থার তরফে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কোচবিহার বিমানবন্দরের আধিকারিককে চিঠি দিয়ে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ফেব্রুয়ারি মাস থেকে আর কোচবিহার বিমানবন্দর থেকে তাদের বিমান চলবে না। তবে কী কারণে তারা কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা […] The post Cooch Behar | বন্ধ হচ্ছে উড়ান! ফেব্রুয়ারিতেই থমকে যাবে পরিষেবা appeared first on Uttarbanga Sambad .
Ranveer Singh controversy: চামুণ্ডি দেবীকে অপমানের অভিযোগ, বিরাট গ্যাঁড়াকলে রণবীর
Ranveer Singh controversy: গোয়ায় অনুষ্ঠিত ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কান্তারা’ ছবিতে ঋষভ শেঠির অভিনয় অনুকরণ করে, বিতর্কে জড়ানোর কয়েকদিন পর, অভিনেতা রণবীর সিং এখন প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, তাঁর উদ্দেশ্য ছিল কেবল ঋষভের অসাধারণ অভিনয়ের প্রশংসা করা, অপমান করা নয়। রণবীরের কথায়, তিনি সবসময়ই দেশের প্রতিটি সংস্কৃতি, ঐতিহ্য ও বিশ্বাসকে গভীরভাবে সম্মান করেন, তাই তাঁর অনুকরণে যদি কারও অনুভূতিতে আঘাত লাগে, তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত। হিন্দু জনজাগৃতি সমিতি (HJS) রণবীরের বিরুদ্ধে পানাজি থানায় অভিযোগ দায়ের করার একদিন পর, ক্ষমা চাইলেন তিনি। অভিযোগে বলা হয়, IFFI মঞ্চে রণবীর ‘কান্তারা’ ছবির চামুণ্ডাদেবী সংক্রান্ত দৃশ্য, হাস্যরসের ভঙ্গিতে অনুকরণ করে, তুলু সম্প্রদায়ের পবিত্র দেবীর অসম্মান করেছেন। তাদের মতে, চামুন্ডি মা, তুলু সমাজে পারিবারিক দেবতা হিসেবে পূজিত হন, তাই এমন অনুকরণ সাম্প্রদায়িক উত্তেজনা বা জনরোষ তৈরি করতে পারে। Jeet-Dev: দেবের ২০ বছরের অনুষ্ঠানে কেন যাননি জিৎ? নিজেই দিলেন স্পষ্ট জবাব এ বিষয়ে HJS-এর দাবি- রণবীরের উচিত জনসমক্ষে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেওয়া। পাশাপাশি তারা IFFI আয়োজকদের কাছে ভবিষ্যতের জন্য একটি আচরণবিধি তৈরির পরামর্শ দিয়েছে, যাতে কোনো অনুষ্ঠানে ধর্মীয় দেবতা বা ঐতিহ্যগত চরিত্রকে অবমাননাকরভাবে তুলে ধরা না হয়। ঘটনার সূত্রপাত IFFI-এর সমাপনী অনুষ্ঠানে। সেখানে রণবীর সিং মঞ্চে উঠে ঋষভ শেঠির অভিনয় এবং ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর ব্যতিক্রমী দৃশ্যের প্রশংসা করেন। বিশেষ করে সেই দৃশ্যটির কথা উল্লেখ করেন, যেখানে চরিত্রটির মধ্যে চামুন্ডি দেবীর স্বত্বা প্রবেশ করে। কথা বলতে বলতেই রণবীর চোখ ঢেকে, জিভ বের করে এবং শরীর নাচিয়ে সেই মুহূর্তের অভিনয় অনুকরণ করেন। এরপর হাস্যরসের ছলে তিনি বলেন, আমাকে কি কান্তারা ৩-এ দেখতে চান? এই লোকটাকে বলুন। Kapil Sharma: ‘হাত কাঁপছিল!’ গিন্নি সেটে থাকায় কেন এত অস্বস্তি কপিল শর্মার? এই অনুকরণ মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং বিশেষত তুলু সম্প্রদায়ের কাছ থেকে তীব্র সমালোচনার শিকার হয়। অনেকেই অভিযোগ করেন, তিনি সংস্কৃতি ও ধর্মীয় আবেগকে হালকা করে দেখিয়েছেন। বিতর্ক চাপে বাড়তেই অবশেষে রণবীর বিষয়টি স্পষ্ট করে ক্ষমা চান এবং তাঁর অভিপ্রায় ভুলভাবে ব্যাখ্যা হলে দুঃখ প্রকাশ করেন।
Virat Kohli |‘সেরা ওডিআই ব্যাটার’, বিরাট-বন্দনায় সানি
নয়াদিল্লি: টি২০-র জমানা।ক্রিজে নামো আর চালাও। গত টেস্ট সিরিজে যে স্ট্র্যাটেজিতে ডুবেছে ভারতীয় ব্যাটিং। নতুন প্রজন্মের সঙ্গে ঠিক এখানেই ব্যবধান বিরাট কোহলির। ক্রিজে নেমেই ঝুঁকির শট, বিগহিটের রাস্তায় হাঁটার বদলে ধীরেসুস্থে ইনিংস গড়া। সোজা ব্যাটে যথাসম্ভব ‘ভি’-এর শট খেলার মানসিকতা বাকিদের থেকে আলাদা করেছে বিরাটকে। বক্তা সুনীল গাভাসকার। উত্তেজক ম্যাচ। রুদ্ধশ্বাস পরিণতি। সবকিছু ছাপিয়ে বিরাট […] The post Virat Kohli | ‘সেরা ওডিআই ব্যাটার’, বিরাট-বন্দনায় সানি appeared first on Uttarbanga Sambad .
Dinhata |সন্তানদের হেলমেট পরাচ্ছেন না অভিভাবকেরা, ছোট মাথার দাম নেই!
দিনহাটা: স্কুল থেকে ফেরার সময় মায়ের স্কুটার থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ির একটি নাবালকের। দু’দিন আগে রক্তে ভেজা শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের সেই ভয়ংকর দৃশ্য ইন্টারনেটের কল্যাণে জেলার গণ্ডি ছাড়িয়ে ভেসে এসেছে অনেকের নিউজ ফিডেই। মায়ের সেই বুকফাটা আর্তনাদ দেখে চোখে জল আসেনি, এমন মানুষ বোধহয় খুব কম রয়েছেন। কিন্তু তাতেও যে […] The post Dinhata | সন্তানদের হেলমেট পরাচ্ছেন না অভিভাবকেরা, ছোট মাথার দাম নেই! appeared first on Uttarbanga Sambad .
Narendra Modi: শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ফোন প্রধানমন্ত্রীর, বিপর্যয়ে সাহায্যের আশ্বাস ভারতের
Sri Lanka: শেষ পাওয়া খবর অনুযায়ী, শ্রীলঙ্কায় সাইক্লোন দিতওয়ার জেরে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৩৪-এ। এখনও ৩৭০ জনের কোনও খোঁজ নেই। ব্যাপক ক্ষতি হয়েছে ক্যান্ডি, নুওয়ারা, এলিয়া ও মাতালে জেলায়। ওই সব জেলায় বহু প্রান্তিক মানুষ বসবাস করেন। প্রশাসনের দেওয়া তথ্য বলছে, মোট ১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঘরছাড়া অন্তত ২ লক্ষ।
‘কান্তারা’র দৈব নৃত্যকে ব্যঙ্গ করে ধর্মীয় ভাবাবেগে আঘাত! ক্ষমা চেয়ে ‘ড্যামেজ কন্ট্রোল’রণবীর সিংয়ের
ঋষভ শেট্টিকে বিদ্রুপ করে রোষনলে রণবীর সিং। ক্ষমা চেয়ে কী বললেন?
Bengaluru |চিন্নাস্বামী নিয়ে অনিশ্চয়তা জারি
বেঙ্গালুরু: পদপিষ্টের ঘটনায় এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথামাফিক উদ্বোধনী ম্যাচের সঙ্গে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা আরসিবি-র ঘরের মাঠ চিন্নাস্বামীতে। যদিও সেই সুযোগ আদৌ মিলবে কীনা, জোর দিয়ে বলা যাচ্ছে না। টানাপোড়েন ২০২৬ আইপিএলে ঘরের মাঠে বিরাট কোহলিদের খেলা নিয়েও। পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) চিন্নাস্বামী স্টেডিয়াম নিয়ে কর্ণাটক […] The post Bengaluru | চিন্নাস্বামী নিয়ে অনিশ্চয়তা জারি appeared first on Uttarbanga Sambad .
ভুয়ো নথি দেওয়ার অভিযোগ, রাজগঞ্জের বিডিওর আগাম জামিনের বিরোধিতা করে হাই কোর্টে পুলিশ
বারাসত আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ।
Cooch Behar |মমতার জনসভা ঘিরে তোড়জোড়, ব্লক সভাপতিদের টার্গেট বেঁধে দিল তৃণমূল
কোচবিহার: আগামী ৯ ডিসেম্বর কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন কোচবিহারের রাসমেলা মাঠে জনসভা করবেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে এই জনসভা তৃণমূলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে দলনেত্রীর সভাস্থল ভরাতে ব্লক সভাপতিদের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এজন্য সোমবার কোচবিহারে দলের জেলা কার্যালয়ে ব্লক সভাপতিদের নিয়ে প্রস্তুতি বৈঠক সেরে নেন […] The post Cooch Behar | মমতার জনসভা ঘিরে তোড়জোড়, ব্লক সভাপতিদের টার্গেট বেঁধে দিল তৃণমূল appeared first on Uttarbanga Sambad .
Kolkata |অনুশীলনে অনুপস্থিত দিমি-আলবার্তো, আইএসএল শুরুর অপেক্ষায় কামিন্স
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের সর্বোচ্চ লিগ কবে শুরু হবে? সাধারণ সমর্থকদের মতো এই প্রশ্নের উত্তর খুঁজছেন মোহনবাগান সুপার জায়েন্টের ফুটবলাররাও। এক মাসের ছুটি কাটিয়ে সোমবার থেকে অনুশীলন শুরু করল সবুজ-মেরুন শিবির। বাকিরা যোগ দিলেও প্রথম দিন অনুপস্থিত দুই বিদেশি দিমিত্রিস পেত্রাতোস ও আলবার্তো রডরিগেজ। খোঁজ নিয়ে জানা গেল আলবার্তোর যে বিমানে আসার কথা ছিল তা […] The post Kolkata | অনুশীলনে অনুপস্থিত দিমি-আলবার্তো, আইএসএল শুরুর অপেক্ষায় কামিন্স appeared first on Uttarbanga Sambad .
জঙ্গলের গভীরে সুটকেসে অস্ট্রিয়ার ইনফ্লুয়েন্সারের দেহ, গ্রেপ্তার প্রাক্তন প্রেমিক
পার্টি থেকে ফেরার পরই খুন ৩১ বছরের স্টিফানি পাইপার?
Pakistan’s ISI |সেনার গোপন তথ্য আইএসআইকে পাচার! পঞ্জাবে গ্রেপ্তার তরুণ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সেনা-সম্পর্কিত গোপন তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-কে পাচারের অভিযোগে পঞ্জাবের এক তরুণকে গ্রেপ্তার করল রাজস্থান পুলিশের সিআইডি। ধৃতের নাম প্রকাশ সিং ওরফে বাদল (৩৪)। পঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা তিনি। শ্রী গঙ্গানগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি আধিকারিকদের মতে, প্রকাশ গত কয়েকদিন ধরে আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। ইতিমধ্যে তিনি […] The post Pakistan’s ISI | সেনার গোপন তথ্য আইএসআইকে পাচার! পঞ্জাবে গ্রেপ্তার তরুণ appeared first on Uttarbanga Sambad .
IPL 2026: ক্রিকেট সমর্থকদের 'মাথায় বাজ', IPL খেলবেন না বিশ্বজয়ী অজ়ি সুপারস্টার!
Glenn Maxwell, IPL 2026 Auction : আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য মিনি অকশন আয়োজন করা হবে। এই নিলাম অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে ১,৩৫৫ ক্রিকেটার নাম নথিভূক্ত করেছেন। তবে সবথেকে আশ্চর্য্যের বিষয় হল, অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নাম এই তালিকায় অনুপস্থিত। ম্য়াক্সওয়েল নিজেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তিনি এই 'ইঁদুর দৌড়ে' আর নিজের নাম লেখাবেন না। এমন সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই ক্রিকেট সমর্থকদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আইপিএল টুর্নামেন্ট থেকে ম্য়াক্সওয়েল অবসরের সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন। কারণ এই অজ়ি ক্রিকেটার নিজেই জানিয়েছেন যে নিলামের জন্য আর নাম নথিভূক্ত করতে চান না তিনি। Ravindra Jadeja IPL 2026: রাজস্থানের অধিনায়ক হবেন রবীন্দ্র জাদেজা? ফাঁস হয়ে গেল গোপন খবর ২০২৬ আইপিএল নিলামে কেন নিজের নাম নথিভুক্ত করালেন না ম্য়াক্সওয়েল? ইতিমধ্যে ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য যে ক্রিকেটাররা নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ্যে এসেছে। আর এই তালিকা প্রকাশ্যে আসতে না আসতেই ম্য়াক্সওয়েলের একটি চাঞ্চল্যকর বিবৃতি নেটপাড়ায় ভাইরাল হতে শুরু করেছে। ম্য়াক্সওয়েল নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে তিনি নিজেকে এই নিলাম অনুষ্ঠানের বাইরে রাখতে চান। লিখেছেন, 'আইপিএল টুর্নামেন্টে আমি ইতিমধ্যে বেশ কয়েকটি স্মরণীয় মরশুম কাটিয়েছি। তবে এই বছর নিলাম অনুষ্ঠানে নিজের নাম না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা অবশ্যই একটি বড় সিদ্ধান্ত। এই টুর্নামেন্ট আমাকে যা দিয়েছে, সেকারণে আমি চিরকৃতজ্ঞ থাকব।' IPL 2026: আইপিএল ২০২৬-এ বিরাট রদবদল! সেরা তারকাদের নিয়ে ধামাকাদার খবর সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আইপিএল টুর্নামেন্ট আমাকে একজন ক্রিকেটারের পাশাপাশি একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলেছে। বিশ্বের একাধিক তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলার এবং অসাধারণ ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আবেগে ভরপুর সমর্থকদের সামনে পারফরম্য়ান্স করার সুযোগ পেয়েছি। এই স্মৃতি, চ্যালেঞ্জ এবং ভারতের ভালবাসা সবসময় আমার সঙ্গেই থাকবে। এত বছর ধরে আপনারা যে আমার পাশে থেকেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি, শীঘ্রই আবার দেখা হবে।' Mohammed Shami in IPL 2026: মহম্মদ শামিকে নিয়ে ধামাকা খবর, শুনলে চমকে উঠবেন আপনিও ২০২৫ আইপিএল টুর্নামেন্টে ম্য়াক্সওয়েলের পারফরম্য়ান্স ২০২৫ আইপিএল টুর্নামেন্টে পঞ্জাব কিংস ৪.২ কোটি টাকার বিনিময়ে গ্লেন ম্য়াক্সওয়েলকে দলে নিয়েছিল। এটা তাঁর কাছে চতুর্থ আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি। যদিও চোটের কারণে মরশুমের মাঝপথেই ম্যাক্সিকে এই টুর্নামেন্ট ছাড়তে হয়। তাঁর জায়গায় মিচেল আওয়েনকে দলে নিয়েছিল পঞ্জাব। গত মরশুমে গ্লেন ৭ ম্য়াচ খেলে মাত্র ৪৮ রান করেছিলেন। IPL 2026 Trading: আইপিএল ইতিহাসের সবথেকে বড় চমক! CSK ছাড়তে চলেছেন তারকা ক্রিকেটার? ম্যাক্সওয়েলের আইপিএল কেরিয়ার ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলস দলের হয়ে আইপিএল ডেবিউ করেছিলেন গ্লেন ম্য়াক্সওয়েল। পরের বছর তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলে নাম লেখান। কিন্তু, তিন ম্য়াচ পরই তাঁকে রিলিজ় করে দেয়। এরপর ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি পঞ্জাব কিংসের হয়েই খেলেন। ২০১৪ সালটা তাঁর কাছে যথেষ্ট স্পেশাল ছিল। ওই বছর তিনি ১৬ ম্য়াচে ১৮৭.৭৫ স্ট্রাইক রেটে মোট ৫৫২ রান করেছিলেন। পাশাপাশি প্রথমবার পঞ্জাব আইপিএল টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। MS Dhoni in IPL 2026: আগামী আইপিএল মরশুমে খেলবেন ধোনি? সামনে এল বড় আপডেট আইপিএল টুর্নামেন্টে ম্যাক্সওয়েল মোট ১৪১ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ১৫৫.১৪ স্ট্রাইক রেটে তিনি মোট ২,৮১৯ রান করেন। এরমধ্যে তাঁর ১৮ হাফসেঞ্চুরি রয়েছে। টুর্নামেন্টে সর্বাধিক তিনি ৯৫ রান করেছেন। সেইসঙ্গে বল হাতে ম্য়াক্সওয়েল মোট ৪১ উইকেট শিকার করেন।
Sonali Khatun in Bangladesh: জুন মাসের কথা। বাংলাদেশি সন্দেহে সোনালি খাতুন, সুইটি বিবি ও তাঁর ছয় বছরের সন্তান-সহ মোট ১৬ জনকে পাকড়াও করে দিল্লি পুলিশ। সেই সময় এই ঘটনায় সরব হয়েছিল রাজ্য সরকার। 'বাংলা বলায়' পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সব অভিযোগের তোয়াক্কা করেনি পুলিশ।
নবান্নের বৈঠক সেরে মঙ্গলেই জেলাসফরে মমতা, মুর্শিদাবাদ-মালদহে জনসভা
তিনদিনের জেলা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অ্যাপিল কমিটির চেয়ারম্যানের কড়া চিঠিও উপেক্ষা, ‘ভূতুড়ে’কারণে স্থগিত আনোয়ার মামলার শুনানি
ফিফার চিঠিও উপেক্ষা করছে ফেডারেশন।
‘আমি হলে দায় নিতাম’, টেস্টের দুরবস্থায় গম্ভীরকে ধুয়ে দিলেন শাস্ত্রী
ভারতের তারকা ব্যাটারদেরও ছাড়ছেন না শাস্ত্রী।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। তিনি সুস্থ আছেন বলেই জানানো হয়েছে ইসলামাবাদের তরফে। কিন্তু তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না কাউকে। তাই এবার ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবিতে ইসলামাবাদ (Islamabad) এবং রাওয়ালপিন্ডিতে (Rawalpindi) বড় আকারের বিক্ষোভের (Protest) ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ […] The post Pakistan | ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবি! বিক্ষোভের ডাক পিটিআই সমর্থকদের, ইসলামাবাদ-রাওয়ালপিন্ডিতে জারি ১৪৪ ধারা appeared first on Uttarbanga Sambad .
সংসদে বিরোধীদের SIR বিক্ষোভে শামিল তৃণমূলও, বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতুবি অধিবেশন
চমকপ্রদভাবে SIR নিয়ে আলোচনা চাইছেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও।
Samantha-Raj |বিয়ে করলেন সামান্থা! আলিয়া ভাট থেকে ডেভিড বেকহ্যাম, পোস্টে উপচে পড়ল ভালোবাসা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে জল্পনার অবসান ঘটল। দক্ষিণি সিনেমার সুপারস্টার সামান্থা রুথ প্রভু পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। আড়ম্বরকে দূরে সরিয়ে একান্ত ব্যক্তিগত এবং আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়েছে এই তারকা জুটির বিবাহ। গত ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টার-এর লিঙ্গ ভৈরবী মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন সামান্থা ও রাজ। অভিনেত্রীর শেয়ার করা […] The post Samantha-Raj | বিয়ে করলেন সামান্থা! আলিয়া ভাট থেকে ডেভিড বেকহ্যাম, পোস্টে উপচে পড়ল ভালোবাসা appeared first on Uttarbanga Sambad .
Jeet-Dev: দেবের ২০ বছরের অনুষ্ঠানে কেন যাননি জিৎ? নিজেই দিলেন স্পষ্ট জবাব
টলিপাড়ার অন্দরে কান পাতলেই নানা গল্প শোনা যায়। খেয়াল করলে দেখা যাবে এখানে যেমন বন্ধুত্ব আছে, ঠিক তেমনিই আছে বেশ কিছু প্রতিদ্বন্দিতা। তারকারা অনেক সময় নানা রিয়্যালিটি শোয়ের মঞ্চে এসে নানাসময় তাঁরা যা যা সহ্য করেছেন সেই নিয়ে কথা বলেছেন। কিছু সময় তো তাঁরা একে অপরের বিরুদ্ধে আঙ্গুল পর্যন্ত তুলেছেন। বেশ কিছু বছর আগে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে নানা মন্তব্য করেছিলেন। তবে, এবার টলিউডের আরেক সুপারস্টার কেন আরেক সুপারস্টারের বিশেষ দিনে উপস্থিত থাকলেন না সেই নিয়েই জবাব দিলেন। প্রসঙ্গে জিৎ। তাঁকে খুব কম দেখা যায় টলিউডের কোনো পার্টিতে। তিনি হাজির থাকেন না বললেই চলে। Madhuri Dixit: মাধুরীকে চিনতেন-ই না! স্বামী নেনে কীভাবে আকর্ষণ করলেন তাঁকে? 'দেবদাসের চন্দ্রমুখী' বললেন... তবে, এবছর তিনি গিয়েছেন। তাঁকে নানা অনুষ্ঠানে এমনকি বিজয়া বৈঠকে দেখা গিয়েছে। তবে, দেখা যায়নি দেবের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে। সেদিন হাজির ছিলেন তাঁর নায়িকারা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও। দেবের পরিচালকদের মধ্যে সকলে হাজির থাকলেও ছিলেন না রাজ। সেই নিয়েও আলোচনা কম হয়নি। আর ছিলেন না জিৎ। কিন্তু কেন? দেবের সঙ্গে জিত কাজ করে রাজের দুই পৃথিবী-তে। নানা অনুষ্ঠানে, ছবির প্রিমিয়ারে তাঁদের একসঙ্গে দেখা গেলেও, দেবের সেই বিশেষ দিনে কেন দেখা যায়নি তাঁকে? জিৎ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, কেন সেদিন তিনি উপস্থিত ছিলেন না সেখানে। অভিনেতার কথায়... Kapil Sharma: ‘হাত কাঁপছিল!’ গিন্নি সেটে থাকায় কেন এত অস্বস্তি কপিল শর্মার? শেষ যে কয়টা পার্টি বা অনুষ্ঠানে আমায় ডাকা হয়েছে, আমি গিয়েছি। কিন্তু, দেবের অনুষ্ঠানে, সত্যি কথা বলছি, বলতে খারাপ লাগছে তাও, যে আমায় আমন্ত্রন জানানো হয়নি, তাই আমি যাইনি। দেব কেন ডাকলেন না তাঁকে? প্রশ্ন তুলছেন তাঁর ভক্তরা। প্রসঙ্গে, কিছুবছর আগে ঐন্দ্রিলা জানিয়েছিলেন, তিনি এবং অঙ্কুশ বিয়ে করলে, মাথা ঠুকে জিতের সামনে মরে গেলেও নাকি অভিনেতা আসবেন না। যদিও, জিৎ দিন দুই আগেই নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন রাজকীয়ভাবে। এবং সেদিন নিজের বহু প্রতিক্ষিত ছবির টিজার লঞ্চ করেছেন।
‘নায়িকাদের পারিশ্রমিক বাড়ান’, পুরুষতান্ত্রিক সিনেদুনিয়ার বিরুদ্ধে সোচ্চার মাধুরী দীক্ষিত
দীপিকার ৮ ঘণ্টার শুটিং শিফট নিয়ে কী বললেন বলিউডের 'সিনিয়র' অভিনেত্রী?
Calcutta High Court: কলকাতা হাইকোর্ট ক্লাবে বিজেপির জয়জয়কার, বড় সাফল্য বলছেন শমীক-শুভেন্দুরা
Calcutta High Court: এই জয়কে দুর্নীতির বিরুদ্ধে বার্তা বলে মনে করছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি এই জয়ে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুভেন্দুর মতে, যে টিমের উপর সদস্যরা ভরসা রেখেছে, সেই টিম আদতে আইনজীবীদের জন্য কাজ করবে।
ছাব্বিশেও বিজেপির ‘স্টিয়ারিং’বহিরাগত নেতাদের হাতে! দলের মধ্যেই বাড়ছে ক্ষোভ
বাংলার নির্বাচনে অবাঙালি নেতৃত্বের মনিটরিং আদৌ দলকে কতটা সাফল্য দেবে?
অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ? নিজেকে প্রস্তুত করতে মেনে চলুন বিয়ার গ্রিলসের ডায়েট
দিনভর কী কী খান 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' খ্যাত সঞ্চালক, দেখে নিন।
যে কোনও মূল্যে বাংলা দখলের ইনস্ট্রুমেন্ট ‘SIR’!
যে সহনাগরিকরা মারা গেলেন, তাঁদের মৃত্যুর দায় কে নেবে?
আইপিএল থেকে নাম তুলে নিলেন ম্যাক্সওয়েল, কেকেআরে ‘ছাঁটাই’হয়ে পাক লিগে যাচ্ছেন মইন
নেটিজেনদের মন্তব্য, অবিক্রীত থাকার আশঙ্কাতেই নাম লেখাননি দুই তারকা।
weekend destinations: কলকাতার খুব কাছে দিনের সফরের জন্য আদর্শ গন্তব্যগুলির মধ্যে অন্যতম হলো অম্বিকা কালনা, যা বর্ধমান জেলার একটি ঐতিহ্যবাহী শহর। গঙ্গার তীরে অবস্থিত এই জনপদকে অনেকেই বলেন “মন্দিরের শহর”, আবার অনেকে ডাকেন “কালনার রত্নভাণ্ডার” নামে। ঐতিহ্য, ইতিহাস, স্থাপত্য, প্রকৃতি এবং শান্ত পরিবেশ, সব মিলিয়ে অম্বিকা কালনা সপ্তাহান্তের ভ্রমণের জন্য এক দুর্দান্ত জায়গা। ঐতিহাসিক স্থাপত্যের অনন্য নিদর্শন: অম্বিকা কালনার সবচেয়ে পরিচিত আকর্ষণ হল ১০৮ শিব মন্দির। দুটি বৃত্তাকারে সারিবদ্ধ এই মন্দিরসমষ্টি বাংলার নবরত্ন স্থাপত্যশৈলীর অপূর্ব উদাহরণ। একদিকে সাদা রঙের শিব মন্দির, অন্যদিকে কালো বর্ণের শিব মন্দির, দুই সারির বৈচিত্র্য ও সমমিতি পর্যটকদের মুগ্ধ করে। তাছাড়া রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স, যেখানে নবরত্ন মন্দির, প্রজাপতি মন্দির, লালজি ও কৃষ্ণচন্দ্র মন্দির, প্রতিটি ইট-কাঠের শিল্পকীর্তি। সূক্ষ্ম টেরাকোটা নকশা বাংলার শিল্পঐতিহ্যের অনন্য সাক্ষী। আরও পড়ুন- weekend trip: চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি! ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব: “অম্বিকা” শব্দটি কালী বা দুর্গার রূপকে নির্দেশ করে। অম্বিকা কালনা দীর্ঘদিন ধরে শাক্ত, বৈষ্ণব ও শৈব উপাসনার কেন্দ্র হিসেবে পরিচিত। অম্বিকা মায়ের মন্দির ও বিভিন্ন পুরাকীর্তি দর্শনীয় এবং আধ্যাত্মিক শান্তির জন্য উৎকৃষ্ট স্থান। আরও পড়ুন- North Bengal:উত্তরবঙ্গের লুকনো রত্ন চিসাং! অপরূপ, অসাধারণ এই প্রান্তের অনির্বচনীয় শোভার প্রেমে পড়বেনই! সারা বছরই কালনা যাওয়া যায়, তবে শীতকাল এবং বসন্তকাল এখানে ভ্রমণের জন্য সবচেয়ে আদর্শ সময়। এই সময়ে আবহাওয়া মনোরম থাকে এবং লতাপাতা ও পুরাকীর্তির সৌন্দর্য্য উপভোগ করা যায় নিরিবিলি পরিবেশে। কীভাবে যাবেন? কলকাতা থেকে কালনা যেতে সবচেয়ে সুবিধাজনক হল হাওড়া–কাটোয়া লোকাল ট্রেন, যা মাত্র ২.৫ থেকে ৩ ঘণ্টায় পৌঁছে দেয়। চাইলে বাস বা গাড়িতেও যাওয়া যায়, সময় লাগে প্রায় সাড়ে ৩ ঘণ্টার মতো। আরও পড়ুন- Weekend Trip: ‘গোপন সমুদ্র’ আর লুকিয়ে নেই! কলকাতার কাছে অনিন্দ্যসুন্দর সি-বিচ উইকেন্ড ট্রিপে ঝড় তুলছে! ঐতিহাসিক স্থাপত্য, শান্ত পরিবেশ, সহজ যাতায়াত, দিনের সফর এবং আদর্শফটোগ্রাফির উপযুক্ত স্থান বাংলার এই তল্লাট। সব মিলিয়ে, অম্বিকা কালনা এমন একটি জায়গা যা আপনাকে ব্যস্ত শহুরে জীবনের বাইরে এনে শান্তি, ইতিহাস ও শিল্পের মেলবন্ধনে এক অনন্য অভিজ্ঞতা দেবে।
শীতের দেখা নাই রে..! বাড়ল দক্ষিণের তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস?
বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
IND vs SA 2nd ODI, Pitch Report: রানের ফুলঝুরি না উইকেটের বন্যা, কোন রহস্য লুকিয়ে রায়পুরের উইকেটে?
IND vs SA: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি আগামী ৩ ডিসেম্বর রায়পুরে আয়োজন করা হবে। কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বে টিম ইন্ডিয়া রাঁচিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। বিরাট কোহলি (Virat Kohli) তাঁর স্মরণীয় শতরানে যাবতীয় প্রচারের আলো কেড়ে নেন। অন্যদিকে, বল হাতে ভেলকি দেখান কুলদীপ যাদবও। Rohit Sharma Viral Video: বিরাট সেঞ্চুরি হাঁকাতেই গালাগালি দিয়েছিলেন রোহিত? সত্যিটা ফাঁস করলেন আর্শদীপ! পাশাপাশি এই জয়ের নেপথ্যে রোহিত শর্মা (Rohit Sharma) এবং হর্ষিত রানারও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে একথা অনস্বীকার্য, প্রথম ওয়ানডে ম্য়াচে পরাজয়ের পর দক্ষিণ আফ্রিকা রায়পুরে অবশ্যই কামব্যাক করতে চাইবে। প্রথম ম্য়াচে প্রোটিয়া ব্যাটাররা শেষপর্যন্ত যথেষ্ট লড়াই করেছিল। কিন্তু, ৩৪৯ রান তাড়া করতে নেমে শেষপর্যন্ত মাত্র ১৭ রানে হেরে যায়। IND vs SA 2nd ODI, Playing XI: সুযোগ পেয়েও চূড়ান্ত ব্যর্থ, এবার বাদের খাতায় টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার? রায়পুর উইকেটের চরিত্র কেমন ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্য়াচটি রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই মাঠে ব্যাট এবং বলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। শুরুর দিকে এই উইকেট ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য হতে পারে। তবে ম্য়াচ যত সামনের দিকে এগোবে, ততই স্পিনারদের ভেলকি বাড়তে শুরু করবে। যদিও রায়পুরের এই স্টেডিয়াম খুব বেশি রানের সুনাম অর্জন করতে পারেনি। টি-২০ ফরম্য়াটে মাত্র একবারই ২০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পেরেছিল। Ind vs SA Highlights, 1st ODI: প্রশংসনীয় লড়াই আফ্রিকার, শেষপর্যন্ত জিতল টিম ইন্ডিয়া কী বলছে পরিসংখ্যান? রায়পুরের এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত একটাই ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হয়েছে। ২০২৩ সালে এই ম্য়াচটি ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে নিউজিল্যান্ড ক্রিকেট দল মাত্র ১০৮ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দল মাত্র ২০.১ ওভারে এই টার্গেট সহজেই হাসিল করে ফেলে। প্রথম ইনিংসের গড় স্কোর ১০৮ রান। আর দ্বিতীয় ইনিংসে ১১১ রান। IND vs SA: সমালোচকদের যোগ্য জবাব Virat Kohli-র, রাঁচিতে হাঁকালেন ধামাকাদার শতরান! গড়লেন ইতিহাস বদলে যেতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ? প্রথম ওয়ানডে ম্য়াচে রুতুরাজ গায়কোয়াড়কে চার নম্বরে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, ব্যাট হাতে তিনি একেবারে নজর কাড়তে পারেননি। ১৪ বল খেলে মাত্র ৮ রানই তিনি করতে পেরেছেন। এই পরিস্থিতিতে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে টিম ম্য়ানেজমেন্ট তাঁর জায়গায় ঋষভ পন্থকে একটা সুযোগ দিতে পারে। অন্যদিকে, ওয়াশিংটন সুন্দর মাত্র ৩ ওভারই বল করার সুযোগ পেয়েছিলেন। ব্যাট হাতেও তিনি মাত্র ১৩ রান করেন। এই পরিস্থিতিতে সুন্দরের জায়গায় টিম ম্য়ানেজমেন্ট নীতীশ কুমার রেড্ডিকে সুযোগ দিতে পারে।
‘আমজনতার ফোনে নজরদারি’, কেন্দ্রের ‘সঞ্চার সাথী’নির্দেশিকা নিয়ে তোপ বিরোধীদের, ‘আপত্তি’অ্যাপলেরও
এই নতুন অ্যাপের মধ্যে পেগাসাস 'জুজু' দেখছে বিরোধীরা।
‘কিছু একটা লুকনো হচ্ছে’, ‘আব্বা’ইমরানকে নিয়ে উদ্বিগ্ন কাশিম! বড় বিক্ষোভের পথে পিটিআই
ইমরানকে নিয়ে ধোঁয়াশা বাড়ছেই।
Rajyotak Match: কোন সময়ে বিয়েতে হয় রাজযোটক, আপনাদের কি রাজযোটক মিলন?
Rajyotak Match: জ্যোতিষশাস্ত্রে বিয়ে হল এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে দুটি মানুষের জন্মছক মিলিয়ে সামঞ্জস্য বিচার করা হয়। এই সামঞ্জস্যের মধ্যেই রয়েছে যোটক বিচার, যা নর–নারীর মধ্যে মানসিক, পারিবারিক, শারীরিক এবং আধ্যাত্মিক মিলনের সম্ভাবনাকে নির্দেশ করে। যোটক বিচারেই নির্ধারিত হয় কোনও সম্পর্ক কতটা শুভ এবং তা দীর্ঘস্থায়ী হবে কি না। এই বিচার পদ্ধতির সর্বোত্তম ও সর্বোচ্চ পর্যায়ের মিলনকেই বলা হয় রাজযোটক। অনেকেই জানতে চান—কখন বিবাহে রাজযোটক তৈরি হয় এবং কীভাবে বোঝা যায় তারা সত্যিই রাজযোটক কি না। অষ্ট-কূট গুণমিলন জ্যোতিষ মতে রাজযোটক গঠনের প্রধান ভিত্তি হল, অষ্ট-কূট গুণমিলন। জন্মছক অনুযায়ী মোট ৩৬টি গুণ বিচার করা হয়। এই ৩৬ গুণের মধ্যে যে জুটির গুণ ১৮-এর নীচে, তাদের বিবাহ শুভ বলে ধরা হয় না। ১৮-এর বেশি গুণ মিললে বিবাহ সুখময় হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ৩০ থেকে ৩৬টি গুণ যদি মিলে যায়, তখন সেই মিলন রাজযোটক বলে পরিচিত হয়। অর্থাৎ প্রায় নিখুঁত সামঞ্জস্যের ইঙ্গিত পাওয়া যায়। এই মিলন শুধু শুভ নয়, বরং সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুখপূর্ণ করার সম্ভাবনাকে বহুগুণ বাড়ায়। আরও পড়ুন- মানি প্ল্যান্টে বেঁধে দিন এই জিনিসগুলি, হুড়মুড়িয়ে ঘরে আসবে অর্থ! রাজযোটক বিচার শুধু গুণের সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না। এর পাশাপাশি রাশিচক্রের অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত ধরা হয়, জাতক এবং জাতিকার রাশি যদি একই হয়, তবে তা শুভ মিলন এবং রাজযোটকের সম্ভাবনা তৈরি করে। একই রাশি মানে একই মানসিকতা, জীবনের প্রতি একইরকম দৃষ্টিভঙ্গি এবং সম্পর্কের প্রতি গভীর বোঝাপড়া। আবার অনেক ক্ষেত্রে পাত্রের রাশির পঞ্চম স্থানে পাত্রীর রাশি থাকলে, বা বিপরীত অবস্থায় থাকলেও সেই মিলনকেও অত্যন্ত শুভ বলে ধরা হয়। আরও পড়ুন- চুল পাকছে? আটকান সহজেই, রান্নাঘরের এই জিনিস যখন হাতে আছে, চিন্তা কী? বিবাহের ক্ষেত্রে নক্ষত্রের মিলনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নক্ষত্র মিলন পদ্ধতিকে বলা হয় অষ্ট-কূট বিচার। এটি আট ধরনের কূট বা মিল নিয়ে গঠিত—বর্ণ, বৈশ্য, তারা, যোনি, গ্রহমৈত্রী, গণ, রাশি এবং নারী কূট। এই আট কূটের ভিত্তিতে মোট ৩৬টির গুণ তৈরি হয়। যদি কোনও জুটি ৩০টির ওপরে গুণ পান, তবে সেই জুটি অত্যন্ত মানানসই বলে ধরা হয় এবং এই মিলন রাজযোটক হিসেবে বিবেচিত হয়। আরও পড়ুন- শরীর ভালো রাখতে প্রতিদিন প্রচুর জল খাচ্ছেন? ভয়ংকর বিপদে পড়তে পারেন কিন্তু! রাজযোটকের আরও একটি বিশেষ তাৎপর্য হল আয়ু এবং বিবাহস্থানের বিচার। জন্মকুণ্ডলীতে সপ্তম স্থান বিবাহ নির্দেশ করে। এই স্থানে দোষ, পাপগ্রহের প্রভাব বা অপ্রত্যাশিত যোগ থাকলে বিবাহে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু রাজযোটকের ক্ষেত্রে এইসব দোষ খণ্ডন হয়ে যায় বা জুটি পরস্পরের মাধ্যমে এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয় বলে মনে করা হয়। এজন্য রাজযোটককে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত শুভ সূচক বলা হয়। আরও পড়ুন- প্রথমবার 'শ্বশুরবাড়ি', কী করেছিলেন এই বলি নায়িকার স্বামী? শুনলে চমকে উঠবেন! কেউ কেউ প্রশ্ন করেন—বিয়ের ঠিক কোন সময়ে রাজযোটক নির্ধারিত হয়? এর উত্তর হল, রাজযোটক নির্ধারিত হয় জন্মের সময় তৈরি হওয়া জন্মকুণ্ডলীর ওপর ভিত্তি করে। অর্থাৎ জন্মলগ্ন, রাশি, নক্ষত্র এবং গ্রহ অবস্থান থেকেই রাজযোটকের ইঙ্গিত পাওয়া যায়। পরে বিবাহের সময়ে শুধু কুণ্ডলী মিলিয়ে এটি নিশ্চিত করা হয়। তাই এটি কোনও দিনের শুভ সময় নয়, বরং দুই মানুষের জন্মগত মিলন। রাজযোটকের গুরুত্ব শুধু ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেই নয়, এর আর্থিক এবং পারিবারিক দিকেও বিশেষ তাৎপর্য আছে। বিশ্বাস করা হয়, রাজযোটক মিলন হলে দাম্পত্য জীবন সুখী হয়, পারিবারিক কলহ কম থাকে, সন্তান সুখও ভালো পাওয়া যায় এবং বিবাহোত্তর ভাগ্যের উন্নতি ঘটে। তবে মনে রাখতে হবে, সব মিলনই যে জীবনে ঠিক একইভাবে ফল দেয় তা কিন্তু নয়। জ্যোতিষশাস্ত্র একটি নির্দেশমূলক শাস্ত্র, চূড়ান্ত সত্য নয়। এর উদ্দেশ্য হল সম্ভাবনার দিক নির্দেশ করা। তাই যোটক বিচার বা রাজযোটক বোঝার ক্ষেত্রে মন, মূল্যবোধ, সম্মান, যোগাযোগ—এই মানবিক গুণগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ। যোটক বিচার শুধুমাত্র একটি প্রাচীন পদ্ধতি যা সম্পর্কের সামঞ্জস্যের ক্ষেত্রে ধারণা দেয় মাত্র। অতএব, রাজযোটক হল সেই শুভ মিলন যা ৩০ থেকে ৩৬ গুণের মিলের ওপর নির্ভর করে, রাশি ও নক্ষত্রের সামঞ্জস্য নির্দেশ করে এবং বিবাহিত জীবনে সামঞ্জস্য, ভালোবাসা আর স্থায়িত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
Sanchar Saathi App: আগে থেকে ইনস্টল থাকবে সরকারি অ্য়াপ! মোবাইল নির্মাতাদের নির্দেশ কেন্দ্রের
Sanchar Saathi App Notification: প্রতিটি মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে তাঁদের নির্মিত মোবাইলে 'সঞ্চার সাথী' অ্য়াপ আগে থেকে ইনস্টল করা অবস্থায় রাখতে হবে। এই অ্যাপটি যে ফোনের মধ্যে রয়েছে, সেই নিয়ে গ্রাহক বা ইউজারকে আধারে রাখা যাবে না। এমনকি, অ্যাপটির কাজ সীমিত, নিষিদ্ধ এবং সর্বোপরি সেটিকে ডিলিট করার কোনও অপশন রাখা যাবে না।
ফিটনেসের কোনও সমস্যা নেই! হাঁটুর চোট সারিয়ে আইপিএল মহাযজ্ঞের প্রস্তুতিতে ধোনি
কীভাবে আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন ধোনি?
SIR: মৃত নেই, ভুয়ো নেই, সবাই ঠিক! বাংলার ২,২০৮ বুথে কী ঘটছে? SIR পর্বে তোলপাড় রাজ্য
SIR 2025-West Bengal: রাজ্যের মোট ২,২০৮টি বুথে নজরদারি শুরু করেছে নির্বাচন কমিশন (EC)। কারণ, এই বুথগুলিতে বিতরণ করা সমস্ত এনুমারেশন ফর্মই পূর্ণ অবস্থায় ফেরত এসেছে, এবং রিপোর্ট অনুযায়ী, একটিও মৃত, ভুয়ো বা অচিহ্নিত ভোটার নেই। এমন অস্বাভাবিকভাবে ‘একেবারে পরিষ্কার’ তালিকা EC-র সন্দেহ বাড়িয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। সবচেয়ে বেশি সন্দেহজনক বুথ রয়েছে দক্ষিণ ২৪ পরগনায় ৭৬০টি, তারপরে পুরুলিয়ায় ২২৮, মুর্শিদাবাদে ২২৬টি। হাওড়ায় মোট ৯৪টি এবং কলকাতায় মাত্র ১টি বুথ এই তালিকায় রয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমানে ৭৮ হাজারেরও বেশি বুথ, যা ২৯৪টি বিধানসভা কেন্দ্রজুড়ে বিস্তৃত। আরও পড়ুন- Khaleda Zia: খালেদা জিয়ার সুস্থতার জন্য মোদীর আন্তরিক বার্তা, কৃতজ্ঞতা প্রকাশ বিএনপি-র এক নির্বাচন কমিশনকর্তা জানান, “এই সব বুথগুলির ক্ষেত্রে কোনও মৃত ভোটার নেই, আবার নেই কোনও ডুপ্লিকেট বা অচিহ্নিত ভোটারও। এমন পরিস্থিতি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের রিপোর্ট চাওয়া হয়েছে। এই বুথগুলো এখন কমিশনের বিশেষ নজরে রয়েছে।” আরও পড়ুন- West Bengal news live Updates: SIR নিয়ে আইনি লড়াইয়ে আজ নতুন অধ্যায়, শুনানি সুপ্রিম কোর্টে SIR চলাকালীন বিশাল পরিসংখ্যান সোমবার দুপুর পর্যন্ত, অর্থাৎ স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর ২৭তম দিনে, মোট ৭,৬৫,৬২,৪৮৬টি ফর্ম বিতরণ হয়েছে, যা রাজ্যের মোট ভোটারের ৯৯.৯০% কভার করেছে।এ পর্যন্ত ৭,৩৮,৫৭,০২৩টি ফর্ম ডিজিটাল আপলোড হয়েছে, যা মোট বিতরণ ও সংগ্রহীত ফর্মের ৯৬.৩৭%। আরও পড়ুন- West Bengal Weather Update: ঘূর্ণিঝড় সরতেই হানা শীতের, পারদ পতনে কাঁপবে বঙ্গ, আসছে মরসুমের প্রথম বড় শৈত্যপ্রবাহ SIR-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জানিয়েছে, ফর্ম বিতরণের সময়সীমা ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে।খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর।চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখও পিছিয়ে ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ করা হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, এত “স্বল্প সময়সীমা”র মধ্যে সাধারণ ভোটার ও মাঠপর্যায়ের BLO-রা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই প্রেক্ষিতে নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে EC।
‘অতিরঞ্জিত, রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা’, SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ উড়িয়ে ‘সুপ্রিম’হলফনামা কমিশনের
কমিশন ইচ্ছামতো SIR প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, দাবি হলফনামায়।
থমকে প্রজনন, হিমালয়ান নেকড়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা দার্জিলিং চিড়িয়াখানায়
এর আগে রেড পান্ডাও এমন বিপন্ন হয়ে পড়েছিল, আপাতত তারা ভালো আছে।
১০ মাস আগেই ‘ফ্যমিলি ম্যান’পরিচালকের সঙ্গে গোপনে বাগদান সারেন সামান্থা, ধরিয়ে দিল বিয়ের আংটি!
রাজ-সামান্থার বিয়ের পরই ফাঁস 'গোপন বাগদানে'র খবর।
বিশ্বকাপের মাঝে ফাঁস জেমাইমার নম্বর! বাধ্য হয়ে কী করেছিলেন তারকা ব্যাটার?
সোশাল মিডিয়া থেকেও দূরত্ব বজায় রাখতে বাধ্য হয়েছিলেন জেমি।
IND vs SA: রাঁচিতে আয়োজিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। রোহিত ৫৭ রানের একটি দুর্দান্ত হাফসেঞ্চুরিয়ন ইনিংস খেলেন। অন্যদিকে, বিরাট কোহলি ধামাকাদার মেজাজে নিজের ৫২তম শতরান পূরণ করেছেন। কোহলি এই সেঞ্চুরি হাঁকাতে না হাঁকাতেই ডাগআউটে বসে রোহিত শর্মা কার্যত উল্লাসে ফেটে পড়েন। হাততালি দেওয়ার পাশাপাশি তাঁকে কিছু একটা বলতেও দেখা যায়। Rohit Sharma Latest News: ছোট্ট টিপসেই বাজিমাত! রোহিতের 'সিক্রেট ফর্মুলা' বাঁচাল ভারতের মান-ইজ্জত হিটম্য়ানের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। জল্পনা শুরু হয়, রোহিত আসলে কী বলেছিলেন। এবার সেই ভাইরাল ভিডিও সম্পর্কে মুখ খুললেন টিম ইন্ডিয়ার পেস তারকা আর্শদীপ সিং (Arshdeep Singh)। ওই সময় তিনি রোহিতের ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলেন। আর প্রাক্তন অধিনায়কের কথা শুনে হাসছিলেন। Virat Kohli News: গম্ভীরের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ বিরাটের! ভিডিও ভাইরাল হতেই তোলপাড় দুনিয়া ভাইরাল ভিডিও সম্পর্কে খোলসা করলেন আর্শদীপ ভারতীয় পেস বোলার আর্শদীপ সিং ইতিমধ্যে সীমিত ওভারের ক্রিকেটে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তবে বোলিংয়ের পাশাপাশি তিনি হামেশাই মজার-মজার ভিডিও শেয়ার করেন। অনেক সময় সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে তাঁকে রিলস বানাতে দেখা যায়। বিরাট কোহলির এই সেঞ্চুরির পর রোহিত শর্মার রিঅ্যাকশন নিয়েও একটি ভিডিও করেছেন তিনি। ভিডিওয় আর্শদীপ বলেন, 'ম্যাচ শেষ হওয়ার পর সকলের মুখে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। বিরাটের সেঞ্চুরির পর ঠিক কী বলেছিলেন রোহিত ভাই?' Rohit Sharma: গম্ভীরের সঙ্গে তুমুল ঝামেলা রোহিতের? ফাঁস হল ড্রেসিংরুমের গোপন ভিডিও!! এই প্রসঙ্গে আর্শদীপ কিছুটা মজার ছলে একটি ভাইরাল মিমের ডায়লগ শুনিয়ে দেন। জানান, 'রোহিত ভাই ওই সময় বলছিলেন - নীল পরী লাল পরী কামরে মে বন্ধ, মুঝে নাদিয়া পসন্দ।' এটা বলে তিনি নিজেই হাসতে শুরু করেন। সত্যি কথা বলতে কী, রোহিত শর্মা ঠিক কী বলেছিলেন, সেটা একমাত্র ভারতীয় ড্রেসিংরুমই বলতে পারবে। কিন্তু, আর্শদীপের এই মশকরা গোটা বিষয়টাকে হালকা করে দিল। Arshdeep Singh revealed what Rohit Sharma told when Kohli scored his Hundred at Ranchi. pic.twitter.com/89MIN0Q8SQ — Johns. (@CricCrazyJohns) December 1, 2025 ইতিহাস রচনা করলেন রোহিত-কোহলি রাঁচি ওয়ানডে ম্য়াচে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যাট হাতে এক নয়া ইতিহাস কায়েম করেছেন। কোহলি নিজের ৫২তম ওয়ানডে শতরান পূরণ করেন। কোনও একটি ফরম্য়াটে সর্বাধিক শতরানের রেকর্ড আপাতত তাঁর দখলেই রয়েছে। এই তালিকায় তিনি শচীন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দেন। টেস্ট ক্রিকেটে শচীন ৫১ শতরান করেছিলেন। Virat Kohli: টেস্ট ক্রিকেটে ফিরছেন কিং কোহলি? 'বিরাট' মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট অন্যদিকে, রোহিত ৫৭ রানের এই ইনিংসে ৫ চার এবং ৩ ছক্কা হাঁকান। এই ইনিংস চলাকালীন ওয়ানডে ক্রিকেটে 'সিক্সার কিং' তকমাও অর্জন করেন তিনি। ভেঙে দেন শাহিদ আফ্রিদির রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা এখনও পর্যন্ত ৩৫২ ছক্কা হাঁকিয়েছেন। আর আন্তর্জাতিক ক্রিকেটে মোট হাঁকিয়েছেন ৬৪৫ ছক্কা। এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ম্য়াচ খেলা ভারতীয় জুটি হিসেবেও নাম লেখালেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।
Nadia: বাথরুমের সামনে পড়ে সদ্যোজাত! রাতভর পাহারা দিল পাড়ার কুকুররা
Nadia New Born Baby: স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোর থেকেই বাচ্চাটার কান্নার আওয়াজ পাচ্ছিলেন তাঁরা। কিন্তু তাঁদের কেউ কেউ ভেবেছিলেন, হয়তো প্রতিবেশীর বাড়িতে কোনও বাচ্চা কাঁদছে। সকাল হতেই দেখা যায় স্থানীয় পঞ্চায়েত মেম্বারের কাকা রাধা ভৌমিকের বাড়ির বাথরুমের কাছে পড়ে আছে একটি সদ্যোজাত শিশু ।
SIR: ২০২৫ সালে কোনও ভোটারের বয়স ৫০ বছর বা তার বেশি হলে, তাঁকে প্রশ্ন করতে হবে যে ২০০২ সালে তাঁর বয়স ২৫ বছর বা তার বেশি হলেও কেন ভোটার তালিকায় নাম নেই। আগামী সাতদিনের জন্য এমনই আরও অনেক নির্দেশ দেওয়া হয়েছে বিএলও ও ইআরও-দের।
Supreme Court on Waqf: ‘ট্রাইবুনালে যান…’, সিব্বলের ‘ওয়াকফ-আপত্তি’ শুনল না সুপ্রিম কোর্ট
Supreme Court Declines Waqf Registration: সাধারণ ভাবে কোনও ওয়াকফ সম্পত্তিকে নথিভুক্ত করতে গেলে সংশ্লিষ্ট সম্পত্তি সম্পর্কে সকল তথ্য় তুলতে কেন্দ্রীয় পোর্টাল উমিদে। চলতি বছরেই এই নতুন ওয়েবসাইট তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। সমস্ত রাজ্যগুলিকেই সমন্বয়ের মাধ্যমে তাতে তথ্য আপলোডের নির্দেশ দিয়েছিল তাঁরা।
রক্ষকই ভক্ষক! পুলিশের অস্থায়ী গাড়ি চালকের বিরুদ্ধে টোটো চুরির অভিযোগ, উত্তপ্ত আন্দুল
গোটা ঘটনায় উত্তপ্ত হাওড়ার নাজিরগঞ্জ থানার আন্দুল হরেকৃষ্ণনগর।
অভিনেত্রী মাধুরী দীক্ষিত বহুবার বলেছেন যে তার স্বামী ড. শ্রীরাম নেনে যখন প্রথমবার তার সঙ্গে দেখা করেন, তখন তিনি তার খ্যাতি সম্পর্কে কিছুই জানতেন না। ১৯৯৯ সালে বিয়ের পর মাধুরী ডেনভারে চলে যান এবং দু’ছেলে- আরিন ও রায়ান সেখানেই জন্ম নেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনয় জীবন থেকে দূরে বিদেশে কাটানো সেই দিনের কথা স্মরণ করেন তিনি। জানান, তার প্রতিবেশীরা পর্যন্ত জানতেন না যে তিনি বলিউডের বড় তারকা। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে উপস্থাপক ড. নেনে-র সম্পর্কে জিজ্ঞাসা করলে মাধুরী জানান, না, তিনি আমার সিনেমা দেখেননি। তিনি লন্ডনে জন্মেছিলেন, পরে ৭ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। ছোটবেলায় ভারত আসতেন ঠিকই, কিন্তু বড় হওয়ার পর পড়াশোনা আর কাজেই ব্যস্ত থাকতেন। মহারাষ্ট্রীয় পরিবারে বড় হওয়ায় তারা মূলত শিক্ষাকেই প্রাধান্য দেন, সিনেমা নয়। তখন তিনি হিন্দিও জানতেন না। Kapil Sharma: ‘হাত কাঁপছিল!’ গিন্নি সেটে থাকায় কেন এত অস্বস্তি কপিল শর্মার? তিনি আরও বলেন, তিনি শুধু মারাঠি জানতেন, কারণ ঠাকুমা-ঠাকুরদার সঙ্গে সেই ভাষায়ই কথা বলতে হতো। সিনেমা দেখা অভ্যাস ছিল না বলেই, তিনি কেবলমাত্র অমর আকবর অ্যান্থনি দেখেছিলেন, তাই শুধু অমিতাভ বচ্চনকে চিনতেন। প্রথম দেখা হওয়ার মুহূর্ত স্মরণ করে মাধুরী জানান, যখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কী করি, আমি বললাম সিনেমায় কাজ করি, তিনি ভাবলেন, ভালোই তো! তিনি একেবারেই জানতেন না আমার জনপ্রিয়তা কতটা। এই নির্ভার, পূর্বধারণাহীন আচরণটাই আমাকে আকৃষ্ট করেছিল। একজন মানুষ হিসেবে আমার সঙ্গে পরিচিত হচ্ছিলেন, কোনো স্টার ইমেজ ছাড়াই। Tere Ishq Mein vs Raanjhana: ‘রাঁঝনা’ টু ‘তেরে ইশ্ক মে’, প্রথম সপ্তাহান্তেই ৫১.৭৫ কোটির ব্যবসা ধনুশের ছবির! বর্তমানে নিজের কাজের সিদ্ধান্ত কীভাবে নেন- এ প্রশ্নে মাধুরী জানান, এখন সবকিছু পরিবারকে বলেই করি। আমার স্বামী ও ছেলেরা আমার সবচেয়ে বড় সমর্থন। নতুন কোনো প্রকল্পে সিদ্ধান্ত নেওয়ার সময় তারা সবসময় পাশে থাকে। এখন তিনি ব্যস্ত তার নতুন ওয়েব সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’-র প্রচারে। মনস্তাত্ত্বিক থ্রিলারটি ১৯ ডিসেম্বর জিও হটস্টারে মুক্তি পাবে।
সম্পূর্ণ ‘দাগি’ তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি সিনহার, বেঁধে দিলেন সময়ও
এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। 'দাগি'-দের তালিকা প্রকাশেরও নির্দেশ দেয়। সেইমতো গত ২৭ নভেম্বর এসএসসি ১ হাজার ৮০৬ জন নবম-দশম ও একাদশ-দ্বাদশের 'দাগি' শিক্ষকের যাবতীয় তথ্য সমেত নাম প্রকাশ করেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি-র ৩,৫১২ জন 'দাগির' তালিকা প্রকাশ করেছে। তারপরও 'দাগি'-রা কীভাবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলেন, তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানে আদালত বলে, এসএসসি শীর্ষ আদালতকে জানিয়েছিল, অযোগ্যদের সংখ্যা ৭,২৯৩। বুধবারের মধ্যে এই ৭ হাজার ২৯৩ জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে বলেন বিচারপতি। এসএসসিকে আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প ও OMR মিস ম্যাচদের বিস্তারিত তথ্য জানিয়ে মোট ৭২৯৩ জনের তালিকা প্রকাশ করতে হবে। এর মধ্যে ২০১৬-র প্যানেলে চাকরি না করা 'অযোগ্য'-ও রয়েছেন।
Vastu Tips: মানি প্ল্যান্টে বেঁধে দিন এই জিনিসগুলি, হুড়মুড়িয়ে ঘরে আসবে অর্থ!
Vastu Tips: বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টকে অত্যন্ত শুভ এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। প্রাচীন শাস্ত্র, লোকবিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র—সব জায়গাতেই মানি প্ল্যান্টের বিশেষ গুরুত্ব উল্লেখ করা হয়েছে। ঘরে বা অফিসে এই গাছ রাখা হলে নেগেটিভ শক্তি দূর হয়ে পজিটিভ শক্তির প্রবাহ বাড়ে বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে অর্থনৈতিক স্থিতি, মানসিক প্রশান্তি এবং সৌভাগ্যের ক্ষেত্রে মানি প্ল্যান্টের উপস্থিতি শুভ ফল আনে। একই সঙ্গে বলা হয়, মানি প্ল্যান্টে কিছু বিশেষ সামগ্রী বাঁধলে বা পুঁতে রাখলে এর শুভ শক্তি অনেক গুণ বৃদ্ধি পায়। সনাতন বিশ্বাস অনুযায়ী দেবী লক্ষ্মীর কৃপা অর্জনের জন্য এটি একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর উপায়। কী বাঁধবেন? প্রাচীনকাল থেকেই কড়ি বা শঙ্খজাতীয় বস্তু দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। কড়ির আকার ও রং এমন যে এটি সমুদ্রের সমৃদ্ধিকে প্রতিনিধিত্ব করে। বাস্তু মতে, মানি প্ল্যান্টে যদি একটি কড়ি লাল কাপড়ে মুড়ে লাল সুতোয় বেঁধে রাখা হয়, তবে সেই গাছের শুভ ভাব বৃদ্ধি পায়। বিশ্বাস আছে যে কড়ি বাঁধা মানি প্ল্যান্ট ঘরে অর্থ প্রবাহ বাড়ায় এবং আর্থিক সংকট ধীরে দূর করে। এটি দেবীর আশীর্বাদের প্রতীক হিসেবে কাজ করে। কিন্তু, সবসময় মনে রাখতে হবে, কড়ি যদি বাঁধতেই হয়, তবে তা পরিষ্কার লাল কাপড় দিয়ে মুড়ে রাখতে হবে। এতে শক্তি বেশি ধরে বলে বিশ্বাস করা হয়। আরও পড়ুন- চুল পাকছে? আটকান সহজেই, রান্নাঘরের এই জিনিস যখন হাতে আছে, চিন্তা কী? পবিত্র সুতোও মানি প্ল্যান্টের জন্য অত্যন্ত শুভ মনে করা হয়। সাধারণত দেবী লক্ষ্মীর পূজা বা যে কোনও শুভকাজে এই পবিত্র সুতো বা কলাওয়া ব্যবহৃত হয়। বাস্তুশাস্ত্রীদের মতে, মানি প্ল্যান্টে কলাওয়া বাঁধলে গাছটি বাড়ির পজিটিভ শক্তি আরও আকর্ষণ করে এবং নেগেটিভ শক্তি দূরে রাখে। তবে কলাওয়া বাঁধার ক্ষেত্ৰে গুরুত্বপূর্ণ নিয়ম হল—এটি শুধুমাত্র শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করার পরই বাঁধা উচিত। শুক্রবার লক্ষ্মীর দিন হওয়ায় এই সময়ে কলাওয়া বাঁধলে তার শক্তি দ্বিগুণ হয় বলেই বিশ্বাস। মানসিক অস্থিরতা, অর্থের টানাপোড়েন বা বারবার বাধা—এসব দূর করতে কলাওয়া বাঁধা মানি প্ল্যান্ট অনেকেই ব্যবহার করেন। আরও পড়ুন- শরীর ভালো রাখতে প্রতিদিন প্রচুর জল খাচ্ছেন? ভয়ংকর বিপদে পড়তে পারেন কিন্তু! মুদ্রা বা সাধারণ কয়েনও মানি প্ল্যান্টের শুভ ভাব বাড়াতে ব্যবহৃত হয়। কেউ গাছের ডালে বেঁধে রাখেন, কেউ আবার মাটির ভিতরে পুঁতে দেন। বাস্তুশাস্ত্র মতে, মুদ্রা সম্পদের প্রতীক, তাই মুদ্রা মানি প্ল্যান্টে যুক্ত হলে গাছটি ঘরে সমৃদ্ধির তরঙ্গ সৃষ্টি করে। গৃহস্থের আর্থিক অবস্থা শক্তিশালী করতে এবং হঠাৎ ব্যয়ের প্রবণতা কমাতে এটি উপকারী বলে মনে করা হয়। অনেকেই নতুন মুদ্রা ব্যবহার করেন যাতে শক্তি পরিষ্কার থাকে। কেউ আবার মুদ্রাকে গঙ্গাজলে ধুয়ে মানি প্ল্যান্টের পাত্রে রেখে দেন। এই উপায় প্রাচীনকাল থেকেই প্রচলিত। আরও পড়ুন- প্রথমবার 'শ্বশুরবাড়ি', কী করেছিলেন এই বলি নায়িকার স্বামী? শুনলে চমকে উঠবেন! বাস্তুর শুভ ভাবের জন্য মানি প্ল্যান্টের যত্ন নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুভ ভাবের পাশাপাশি গাছের স্বাস্থ্যও বাস্তুর ফলকে প্রভাবিত করে বলে মনে করা হয়। সবসময় কাঁচা জল ব্যবহার করা, উত্তরের দিক বা দক্ষিণ-পূর্ব কোণে গাছ রাখা এবং সরাসরি রোদ এড়িয়ে চলা—এসব নিয়ম মানলে গাছটি আরও সুস্থ থাকে। একটি সুস্থ মানি প্ল্যান্টকে ঘরের ‘উইথ-ফ্লোএনার্জি প্ল্যান্ট’ বলা হয়, যা বাড়ির পরিবেশকে অনেকটাই পরিবর্তন করে দিতে পারে। এমনটাই বিশ্বাস প্রচলিত রয়েছে।
Khaleda Zia: খালেদা জিয়ার সুস্থতার জন্য মোদীর আন্তরিক বার্তা, কৃতজ্ঞতা প্রকাশ বিএনপি-র
PM Modi-Khaleda Zia: BNP চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই শুভেচ্ছা বার্তার জন্য মঙ্গলবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি। দলের পক্ষ থেকে এক্স-এ (X) দেওয়া পোস্টে বলা হয়েছে, “বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক বার্তা দেওয়ার জন্য ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিএনপি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। তাঁর এই সদিচ্ছা ও সহায়তা প্রদানের সদয় প্রস্তাবকে আমরা গভীরভাবে মূল্যায়ন করছি।” এর আগে প্রধানমন্ত্রী মোদী এক্স-এ পোস্ট করে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। প্রয়োজন হলে ভারত সবরকম সহায়তা দিতে প্রস্তুত।” আরও পড়ুন- West Bengal news live Updates: SIR নিয়ে আইনি লড়াইয়ে আজ নতুন অধ্যায়, শুনানি সুপ্রিম কোর্টে Deeply concerned to learn about the health of Begum Khaleda Zia, who has contributed to Bangladesh’s public life for many years. Our sincere prayers and best wishes for her speedy recovery. India stands ready to extend all possible support, in whatever way we can. — Narendra Modi (@narendramodi) December 1, 2025 বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর বুকে সংক্রমণজনিত জটিলতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সংক্রমণটি তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুস উভয়ের ওপর প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন দলের বর্ষীয়ান নেতারা। আরও পড়ুন- South 24 Parganas News: ফুটবল প্র্যাকটিসে বেরিয়ে নিখোঁজ! ১৫ বছরের শুভঙ্কর কোথায়? তুমুল চাঞ্চল্য নরেন্দ্রপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মাতৃকা গণতন্ত্র” খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশজুড়ে জুম্মার নামাজের পর বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালেদা জিয়ার একমাত্র ছেলে তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। তিনি বলেছেন, দেশে ফেরার বিষয়টি তাঁর নিয়ন্ত্রণের বাইরে থাকা বিভিন্ন বিষয়ের ওপর নির্ভরশীল। আরও পড়ুন- West Bengal Weather Update: ঘূর্ণিঝড় সরতেই হানা শীতের, পারদ পতনে কাঁপবে বঙ্গ, আসছে মরসুমের প্রথম বড় শৈত্যপ্রবাহ BNP expresses its sincere gratitude to the Honourable Prime Minister of India, @narendramodi , for his thoughtful message and kind wishes for the speedy recovery of BNP Chairperson Begum Khaleda Zia. BNP deeply appreciates this gesture of goodwill and the expression of readiness… — Bangladesh Nationalist Party-BNP (@bdbnp78) December 1, 2025 গত বছর ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিএনপির প্রভাব আবারও বৃদ্ধি পেয়েছে। নোবেলজয়ী মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী প্রশাসন জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরায় তাদের কোনও আপত্তি নেই। প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, “এই বিষয়ে কোনও বাধা নেই।” অন্যদিকে ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী তৌহিদ হোসেন বলেছেন, তারেক রহমান চাইলে “এক দিনের মধ্যেই” তাকে ট্রাভেল পাস দেওয়া হবে। আরও পড়ুন- তৃণমূল করায় সেবাইতকে বঞ্চনা! দাপুটে বিজেপি নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ শেখ হাসিনার পতনের পর গত বছর আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি বেকসুর খালাস পেয়েছেন। ফলে দেশে ফেরার ক্ষেত্রে আইনি জটিলতাও আর নেই।
Khaleda Jia : সংকটজনক খালেদা, আরোগ্য কামনা করে বার্তা মোদির, চিকিৎসায় সাহায্যের আশ্বাস ভারতের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার চিকিৎসায় ডাকা হয়েছে চিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের। দলটি মঙ্গলবার দুপুরে বাংলাদেশে রাজধানী ঢাকায় পৌঁছানোর কথা।। জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মহম্মদ ইউনুস। যদিও বিএনপি এখনও সরকারের কোন সাহায্য নেয় নি। দলীয় তহবিল থেকেই খালেদার চিকিৎসার […] The post Khaleda Jia : সংকটজনক খালেদা, আরোগ্য কামনা করে বার্তা মোদির, চিকিৎসায় সাহায্যের আশ্বাস ভারতের appeared first on Uttarbanga Sambad .
‘এবার টেস্টে জায়গা পাবে’, টি-২০তে অভিমন্যুর সেঞ্চুরি দেখে গম্ভীরদের ‘পলিসি’কে খোঁচা অশ্বিনের
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি করেছেন বাংলার ক্রিকেটার।
বোমা-হুমকিতে আতঙ্কের মেঘ! মুম্বইয়ে জরুরি অবতরণ হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানের
কুয়েত থেকে হায়দরাবাদ যাচ্ছিল বিমানটি।
১০ নম্বর দেওয়া যাবে তো? SSC মামলা নিয়ে যা বললেন আইনজীবী ফিরদৌস
SSC Case-High Court: স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ইতিমধ্যেই। নবম-দশম ও একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হওয়ার পর শুরু হয়েছে ভেরিফিকেশনের প্রক্রিয়া। আবেদনকারীদের মধ্যে অযোগ্য়দের নামও সামনে এসেছে। কিন্তু এবার প্রশ্ন উঠেছে অভিজ্ঞতার জন্য ধার্য নম্বর নিয়ে।
Patanjali: ‘আইনত অযৌক্তিক…’, ঘি ঘিরে বিতর্ক! পাল্টা মামলার কথা জানাল পতঞ্জলি
Patanjali News: এদিন জারি হওয়া বিবৃতিতে পতঞ্জলি ওই ল্যাবটি 'আইনত গ্রহণযোগ্য নয়' বলে জানিয়েছে পতঞ্জলি। সংস্থার দাবি, 'যেহেতু ল্যাবটির আইনত কোনও ভিত্তি নেই, সেহেতু সেই নিম্নমানের ল্যাবের তরফে জারি করা রিপোর্ট যথেষ্ট আপত্তিকর। একটা নিম্নমানের ল্য়াব নাকি পতঞ্জলি সেরা ঘি-এর মান পরীক্ষা করছে।'
CAA-তে আবেদন আর নাগরিকত্ব পেলেই কি SIR-এ নাম? সব নজর ৯ ডিসেম্বরে
রাজ্যে জোরকদমে চলছে এসআইআর প্রক্রিয়া। আর এসআইআর শুরু হওয়ার পর আর একটা বিষয় সাড়া ফেলেছে। সেটা হল ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য সিএএ-তে আবেদন। এসআইআর শুরু হওয়ার পর সেই আবেদনের সংখ্যা বেড়েছে। বিভিন্ন জায়গায় সিএএ-তে আবেদনের জন্য ক্যাম্পও খোলা হয়েছে। সম্প্রতি সিএএ-তে আবেদনকারী নদিয়ার কয়েকজন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু, যাঁরা সিএএ-তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন, কিংবা সদ্য আবেদন করেছেন, তাঁদের নাম কি এসআইআর তালিকায় থাকবে? এই নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। আগামী ৯ ডিসেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।
missing teenager: নরেন্দ্রপুর থানা এলাকায় এক কিশোর ফুটবলারের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরের নাম শুভঙ্কর বাড়ুই (১৫)। গোড়খাড়া বিদ্যামন্দিরের নবম শ্রেণির ছাত্র শুভঙ্কর গত বুধবার, ২৬ নভেম্বর সকাল ৬টা নাগাদ ফুটবল অনুশীলনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি। শুভঙ্কর বর্তমানে খুড়িগাছিতে তার মাসি অসীমা দাসের বাড়িতে থাকত। ছোটবেলাতেই সে মাকে হারিয়েছে। বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন থাকায় আশ্রয় পেয়েছে মাসির কাছেই। পরিবার সূত্রে জানা গিয়েছে, পড়াশোনার প্রতি অনীহা থাকায় মাসি মাঝে মাঝে তাকে বকা দিতেন। পরিবারের আশঙ্কা, সেই মানসিক চাপ থেকেই হয়তো শুভঙ্কর বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তবে কোনও অপ্রীতিকর ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পরিবার। আরও পড়ুন- West Bengal news live Updates: SIR নিয়ে আইনি লড়াইয়ে আজ নতুন অধ্যায়, শুনানি সুপ্রিম কোর্টে পরিবারের অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানায় ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ শুরু করেছে তদন্ত। সূত্রের খবর, কিশোরের মোবাইল নম্বর ট্র্যাক করার চেষ্টা চলছে। শুভঙ্করের বন্ধু-বান্ধব ও সহপাঠীদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। তিনি কোথায় যেতে পারেন, কোনও বন্ধুর বাড়িতে বা পরিচিত কারও কাছে পৌঁছেছেন কি না, সেই দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন- West Bengal Weather Update: ঘূর্ণিঝড় সরতেই হানা শীতের, পারদ পতনে কাঁপবে বঙ্গ, আসছে মরসুমের প্রথম বড় শৈত্যপ্রবাহ এদিকে কিশোরের নিখোঁজে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী থেকে স্কুলের শিক্ষক, সবাই চিন্তিত শুভঙ্করের খোঁজ নিয়ে। তার পরিবার ও আত্মীয়স্বজনরা অনুরোধ করেছেন, কেউ তাকে দেখে থাকলে বা কোনও খোঁজ পেলে যেন দ্রুত পুলিশকে জানানো হয়। আরও পড়ুন- শতাধিক ভূতুড়ে কর্মীর হদিশ! শতাব্দী প্রাচীন পুরসভায় তুলকালাম, কার প্রশ্রয়ে লাগামহীন নিয়োগ? পরিবারের এক সদস্য জানান, “শুভঙ্কর কখনও এরকম আচরণ করেনি। কোথায় আছে, কী অবস্থায় আছে, ভেবে রাতদিন আতঙ্কে কাটছে।”তদন্তে তৎপর পুলিশ। শুভঙ্করের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে থানা সূত্র।
Natural Hair Remedy: চুল পাকছে? আটকান সহজেই, রান্নাঘরের এই জিনিস যখন হাতে আছে, চিন্তা কী?
Natural Hair Remedy: অকালে চুল পেকে যাওয়া খুব সাধারণ একটি সমস্যা। মানসিক চাপ, পুষ্টিহীনতা, দূষণ, অস্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুমের অভাব—এই সবকিছু মিলিয়ে অনেক কম বয়সেই চুল পাকতে শুরু করে। অনেকেই প্রথমে পাকা চুল দেখেই চিন্তায় পড়ে যান এবং তড়িঘড়ি রাসায়নিক রং বা ডাই ব্যবহার করতে শুরু করেন। কিন্তু এসব ডাইতে থাকা শক্ত কেমিক্যাল চুলের রং ফিরিয়ে দিলেও ধীরে ধীরে চুলকে দুর্বল, ভঙ্গুর এবং শুকনো করে তোলে। এর ফলে চুল পড়া বাড়ে, মাথার ত্বকে জ্বালাভাব হয় এবং প্রাকৃতিক উজ্জ্বলতাও নষ্ট হয়ে যায়। তাই সাময়িক সমাধানের বদলে দীর্ঘমেয়াদি প্রাকৃতিক উপায় ব্যবহার করাই সবচেয়ে প্রয়োজনীয়। চুলের অকালপক্কতা রোধ করা সম্ভব রান্নাঘরের সাধারণ জিনিস দিয়েই চুলের অকালপক্কতা রোধ করা সম্ভব। তবে, এক্ষেত্রে সঠিকভাবে উপাদানগুলো ব্যবহার করা দরকার। প্রকৃতি আমাদের এমন কিছু শক্তিশালী জিনিস উপহার দিয়েছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। রসুন, জলপাই তেল, মেহেন্দি এবং আমলকি—এই চারটি উপাদান একত্রে ব্যবহার করলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে যায়, রক্তসঞ্চালন উন্নত হয় এবং মেলানিন উৎপাদনও বাড়ে। মেলানিনই চুলের স্বাভাবিক কালো রং বজায় রাখার প্রধান উপাদান। তাই মেলানিন কমে গেলে চুল পেকে যায়, আর মেলানিন উৎপাদন বাড়লে চুল ধীরে ধীরে স্বাভাবিক রঙে ফিরে আসে। আরও পড়ুন- শরীর ভালো রাখতে প্রতিদিন প্রচুর জল খাচ্ছেন? ভয়ংকর বিপদে পড়তে পারেন কিন্তু! রসুনের মধ্যে থাকা সালফার যৌগ মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এটি চুলের ফলিকলকে সক্রিয় করে এবং নতুন চুল গজানোর সুযোগ তৈরি করে। রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট চুল পড়া কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে। গবেষণা বলছে, অক্সিডেটিভ স্ট্রেসই সময়ের আগে চুল পেকে যাওয়ার একটি বড় কারণ। তাই রসুন নিয়মিত ব্যবহার করলে চুলের অকালপক্কতা অনেকটাই নিয়ন্ত্রণে আসে। আরও পড়ুন- প্রথমবার 'শ্বশুরবাড়ি', কী করেছিলেন এই বলি নায়িকার স্বামী? শুনলে চমকে উঠবেন! জলপাই তেল চুলের গভীরে প্রবেশ করে ময়েশ্চার ধরে রাখে এবং চুলকে নরম করে। এতে থাকা ভিটামিন ই মাথার ত্বকের কোষ পুনর্গঠন করতে সাহায্য করে এবং চুলকে শক্তিশালী করে। জলপাই তেল রসুনের পুষ্টিগুলোকে আরও কার্যকরভাবে চুলের গোড়ায় পৌঁছে দেয়, ফলে চুলের গঠন ভেতর থেকে মজবুত হয়। আরও পড়ুন- শীত পড়তেই বাড়ছে ত্বকের সমস্যা, ঘরে থাকা ১ উপাদানেই মিলবে গ্লাস-স্কিন জেল্লা মেহেন্দি চুলের যত্নে ব্যবহৃত বহু বছরের পুরোনো একটি উপাদান। মেহেন্দি চুলে একটি প্রাকৃতিক রঙের আবরণ দেয়, যা চুলকে কালো দেখতে সাহায্য করে। পাশাপাশি এটি মাথার ত্বক ঠান্ডা রাখে এবং খুশকি প্রতিরোধ করে। মেহেন্দি চুলকে ঘন ও স্বাস্থ্যকর করতেও সাহায্য করে। আমলকি আয়ুর্বেদের অমূল্য রত্ন। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে। আমলকি চুলের রং প্রাকৃতিকভাবে ঘন করতে সাহায্য করে এবং মেলানিনের ঘাটতি পূরণ করে। নিয়মিত আমলকি ব্যবহারে চুল আরও উজ্জ্বল এবং নরম হয়। আরও পড়ুন- প্রতিদিন দেওয়ালে পা তুলে ঘুমোন, পান বিরাট উপকারিতা, ১০ মিনিটেই শরীর-মন হবে তরতাজা এই চারটি জিনিসের মিশ্রণ তৈরি করা খুবই সহজ। চারটি রসুনের কোয়া ভালোভাবে বেটে নিতে হবে। এরপর এক চতুর্থাংশ কাপ জলপাই তেলে রসুন মিশিয়ে সারারাত ঢেকে রাখতে হবে। এতে রসুনের সব পুষ্টি তেলে মিশে যাবে। পরের দিন তেল ছেঁকে নিয়ে তাতে এক টেবিল চামচ মেহেন্দি গুঁড়ো এবং এক টেবিল চামচ আমলকি গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি তৈলাক্ত নয় এমন চুল বা মাথার ত্বকে লাগাতে হবে। দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে, তবে শ্যাম্পু ব্যবহার করা যাবে না। কেবল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললেই হবে। এই প্রাকৃতিক হেয়ার রেমেডি নিয়মিত ব্যবহার করলে চুলের অকালপক্কতা কমতে থাকে এবং চুল স্বাভাবিক রং ফিরে পায়। চুল নরম, শক্তিশালী ও উজ্জ্বল হয়। রাসায়নিক ছাড়াই চুলের বৃদ্ধি বাড়ে এবং মাথার ত্বকের সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে। আর সবচেয়ে বড় উপকারিতা হল—চুল দীর্ঘদিন কালো, স্বাস্থ্যকর এবং মসৃণ থাকে। এটি এমন একটি ঘরোয়া উপাদান (Kitchen Remedy) যা সাশ্রয়ী, নিরাপদ এবং সব বয়সের জন্য ব্যবহারযোগ্য। আয়ুর্বেদিক উপায়ে চুলের যত্ন নেওয়া শুধু চুলকে সুন্দরই রাখে না, বরং দীর্ঘমেয়াদি ক্ষতি থেকেও রক্ষা করে। চুলের অকালপক্কতা রোধের কোনও দ্রুত সমাধান নেই, কিন্তু নিয়মিত যত্ন ও সঠিক উপাদান ব্যবহারে চুলের স্বাভাবিক সৌন্দর্য ফিরে আসে।
Babri Masjid: বেলডাঙায় বাবরি মসজিদ হবে তো? পাঁচদিন আগে জমি দেখতে বেরলেন হুমায়ুন
Humayun Kabir: আর মাত্র কয়েকদিন বাকি শিলান্যাসের। হুমায়ুনের ঘোষণা মতো আগামী ৬ ডিসেম্বর মসজিদের শিলান্যাস করবেন তিনি। লক্ষাধিক মানুষের সমাগমও আশা করছেন বিধায়ক। হাতে আর বেশি সময় নেই। তাহলে কেন হঠাৎ কান্দিতে গেলেন?
দেশে ফিরলেই মুনিরকে সিডিএফ করতে হবে, পালিয়ে বেড়াচ্ছেন শরিফ!
পাকিস্তানের প্রথম চিফ অফ ডিফেন্স হওয়ার কথা ফিল্ড মার্শাল আসিম মুনিরের।
আইপিএল নিলামে নাম ১৩০০-র বেশি ক্রিকেটারের, ২ কোটির গ্রিন-ভেঙ্কটেশদের দর উঠবে কত?
নিলাম থেকে নাম তুলে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
১৫ বছরের সরকারের কাজের রিপোর্ট প্রকাশ করবেন মমতা, বিধানসভা নির্বাচনে কি তৃণমূলের হাতিয়ার হবে?
৩৪ বছরে বামফ্রন্ট সরকারকে হারিয়ে ২০১১ সালের ২০ মে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করেছে তাঁর দল তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলতে শোনা গিয়েছে, পূর্বতন বাম সরকারের ঋণের বোঝা বইতে হচ্ছে তাঁর সরকারকে। তারপরও উন্নয়ন কর্মসূচি অব্যাহত রয়েছে। তৃণমূল নেতৃত্ব বিভিন্ন প্রচারে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার-সহ মেয়েদের জন্য সরকারের নানা প্রকল্পের কথা তৃণমূলের প্রচারে জোর পায়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আগে এবার তাঁর সরকারের ১৫ বছরের কাজের রিপোর্ট প্রকাশ করবেন মমতা। মঙ্গলবার নবান্ন থেকে সেই রিপোর্ট তিনি প্রকাশ করবেন। মুখ্যমন্ত্রীর রিপোর্টে সেইসব প্রকল্পের কথা কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে জল্পনা বেড়েছে।
Supreme Court on SIR: সিএএ-তে আবেদন করলেই SIR-এ পাশ? বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Supreme Court on Bengal SIR Inclusion: কিন্তু ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সুনিশ্চিত করা কি সম্ভব? সোমবার শুনানি পর্বে সেই প্রসঙ্গটাই তুলে দিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। এদিন তিনি বলেন, 'মামলাকারীদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যথাযোগ্য় প্রমাণ রয়েছে কি না তা আলাদাভাবে যাচাই করা প্রয়োজন। শুধুমাত্র জৈন, বৌদ্ধ, খ্রিস্টান বা সংখ্যালঘু অভিবাসী বলে তাঁদের জন্য আলাদা সিদ্ধান্ত নেওয়া যায় না।'

24 C