Aryan Khan |বিতর্কের ঘূর্ণাবর্তে আরিয়ান, এবার ‘অশালীন’ইঙ্গিতে জনরোষের মুখে শাহরুখ-পুত্র!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এ কি নিয়তির পরিহাস! বিতর্ক যেন পিছুই ছাড়ছে না খান পরিবারের। মাদক-কাণ্ডের দীর্ঘ আইনি ঝামেলা থেকে সবে মুক্তি পেয়েছেন, এর মধ্যেই আরও এক অনাকাঙ্ক্ষিত বিতর্কের কেন্দ্রে কিং খানের বড় ছেলে আরিয়ান খান। প্রশ্ন উঠেছে, তারকার তকমা কি জনসমক্ষে অশালীন ঔদ্ধত্য দেখানোর লাইসেন্স দেয়? ঘটনাটি গত ২৮ নভেম্বরের। বেঙ্গালুরুর অশোকনগর এলাকার একটি […] The post Aryan Khan | বিতর্কের ঘূর্ণাবর্তে আরিয়ান, এবার ‘অশালীন’ ইঙ্গিতে জনরোষের মুখে শাহরুখ-পুত্র! appeared first on Uttarbanga Sambad .
Raiganj |ভরা বিকেলে আদালত থেকে ফেরার পথে আইনজীবীকে অপহরণ! প্রতিবাদে অবরোধ
রায়গঞ্জ : কাজ সেরে আদালত থেকে বাড়ি ফেরার পথে এক আইনজীবীকে অপহরণ করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের উদয়পুর এলাকায় রাজ্য সড়কে এই ঘটনা ঘটেছে। জানা গেছে আইনজীবি জুলিয়াস নায়েক আদালতের কাজ সেরে হেমতাবাদে বাড়ি ফিরছিলেন। রাস্তায় তার পথ আটকায় কয়েকজন দুস্কৃতী। এরপর তাকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। আইনজীবীর স্ত্রী নূরজাহান বেগম জানিয়েছেন, রায়গঞ্জের উদয়পুর […] The post Raiganj | ভরা বিকেলে আদালত থেকে ফেরার পথে আইনজীবীকে অপহরণ! প্রতিবাদে অবরোধ appeared first on Uttarbanga Sambad .
ধূমপায়ী নন, তবু দিল্লিতে ২৫টি সিগারেট খেতে হবে পুতিনকে!
ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার ভারত সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
SIR in Bihar: ২৬ লক্ষ ভোটারকে ‘কারণ না দর্শিয়ে’ নোটিস! SIR নিয়ে প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে
Supreme Court on SIR: কী লেখা রয়েছে নোটিসে? সেই কথাও প্রধান বিচারপতি বেঞ্চকে জানান আইনজীবী। তাঁর দাবি, 'এই সাইক্লোস্টাইল নোটিসে বলা হয়েছে, সংশ্লিষ্ট ভোটারের নথি যথার্থ নয়। তাই তাঁকে পর্যাপ্ত নথি প্রদান করতে হবে। কিন্তু এই পর্যাপ্ত নথির সংজ্ঞাটাই বা কী?'
সিপিএমের কার্যালয়ে CAA ক্যাম্প বিজেপির! আজব কাণ্ড হাবড়ায়
অনেকেই বলছেন, আরও প্রকাশ্যে চলে এল রাম-বাম 'আঁতাঁত'।
Malda |পার্কিং-জটে নাভিশ্বাস মালদা শহরের, বাড়ছে মানুষ ও গাড়ির সংখ্যা
জসিমুদ্দিন আহম্মদ, মালদা: রবীন্দ্র অ্যাভিনিউ, কেজে সান্যাল রোডের মতো মালদার (Malda) গুরুত্বপূর্ণ রাস্তার একাধিক জায়গায় বেআইনি পার্কিং। সমস্যার এখানেই শেষ নয়, রথবাড়ি বাজারের প্রবেশপথ, ডিসিআর মার্কেট, মকদুমপুর বাজারের সামনে মোটরবাইকের জটলা সবসময়। যার প্রভাব পড়ছে শহরের প্রধান সড়কগুলিতে। শহরজুড়ে বাড়ছে তীব্র যানজট। এক সময়ের গতিশীল শহর যেন ক্রমেই শ্লথ হয়ে পড়ছে। নির্বিকার পুরসভা ও ট্রাফিক […] The post Malda | পার্কিং-জটে নাভিশ্বাস মালদা শহরের, বাড়ছে মানুষ ও গাড়ির সংখ্যা appeared first on Uttarbanga Sambad .
মধ্যবিত্ত গৃহস্থের জন্য সুখবর, কলকাতার বাজারে এবার সন্ধ্যাতেও সুফল বাংলার স্টল
সুফল বাংলার ভ্রাম্যমাণ গাড়ি এবং স্টলের সংখ্যাও আরও ৫০টি বাড়বে।
Malda |কন্যা সন্তান হওয়ায় আপ্লুত! ২০০ এলাকাবাসীকে নিয়ে রথ সাজিয়ে মেয়েকে বাড়ি নিয়ে গেলেন বাবা
হরিশ্চন্দ্রপুর: বর্তমান সময়ে দাঁড়িয়েও অনেকে কন্যা সন্তানকে পরিবারের বোঝা ভাবেন। তাদেরই যেন এবার সপাটে জবাব দিল প্রান্তিক গ্রামের এক পরিবার। কন্যা সন্তান হওয়ার আনন্দে হাসপাতাল থেকে রথ সাজিয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ধুমধাম করে মেয়েকে বাড়ি নিয়ে গেলেন তাঁরা। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ২ ডিসেম্বর কন্যা সন্তান প্রসব করেন সুলতান নগরের বাসিন্দা সানজুরি খাতুন। তাদের ঘরে এটাই […] The post Malda | কন্যা সন্তান হওয়ায় আপ্লুত! ২০০ এলাকাবাসীকে নিয়ে রথ সাজিয়ে মেয়েকে বাড়ি নিয়ে গেলেন বাবা appeared first on Uttarbanga Sambad .
ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়
বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মৃতেরা পেশায় লরি চালক এবং খালাসি। বুধবার গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের বাঁধাপুকুর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর ডাম্পার ফেলে পালিয়ে যায় চালক। পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় সংশ্লিষ্ট থানার পুলিশ। স্থানীয়দের সাহায্য নিয়ে অচৈতন্য এবং রক্তাক্ত অবস্থায় আহতদের মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা দুইজনেরই মৃত্যুর কথা জানিয়ে দেয়। 'মোদী কোনও চাপের কাছে মাথা নত করবেন না', পুতিনের বিস্ফোরক মন্তব্য, নিশানায় কি ট্রাম্প? বৃহস্পতিবার সকালে বিষয়টি জানতে পেরে মৃতের পরিবার ও গ্রামবাসীরা মালদা মেডিকেল কলেজের মর্গে ছুটে আসেন। দুই বন্ধুর মৃত্যুতে যেন গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মৃত দুই যুবকের নাম জব্দুল শেখ (২৯) এবং ইনজামুল শেখ (২৩) । এদের বাড়ি বৈষ্ণবনগর থানার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সারদহ এলাকায়। জব্দুল ছিল গাড়ির চালক এবং ইনজামুল ওই লরির খালাসী হিসাবে কাজ করতো। এদিন গভীর রাতে সিউড়ি থেকে লাল বালি বোঝায় ১৬ চাকার লরিটি উত্তর দিনাজপুরের যাচ্ছিল। কিন্তু ইংরেজবাজার থানার বাঁধাপুকুর এলাকার জাতীয় সড়কে আচমকাই ওই লরির পিছনের দুটি চাকা লিক হয়ে যায়। গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে দেখে চালক থামিয়ে টায়ার মেরামতির চেষ্টা চালাই। গাড়ির পিছনে চালক ও খালাসী দুজন মিলেই তাই আর বদলানোর কাজ করছিল। সেই সময় পিছন দিক থেকে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া ভাবে এসে ওই দুজন সহ লরিতে ধাক্কা মারে। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের। মদ বিক্রির প্রতিবাদ করায় হামলা, ধর্ষণের হুমকি, চরম আতঙ্কে মহিলারা এদিন মৃতর পরিবারের সঙ্গে মেডিকেল কলেজের মর্গে আসেন গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের প্রাক্তন প্রধান জিয়াউল হক। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ওরা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের এমন আকস্মিক মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। এই ঘটনায় ঘাতক ডাম্পারের চালক ও মালিকের গ্রেপ্তারের দাবি আমরা করেছি। পাশাপাশি গ্রামবাসীরা এদিন এসে মৃত দেহটি মেডিকেল কলেজের মাঠ থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃতদেহ দুটি তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে ঘাতক ডাম্পারটি আটক করা হয়েছে। চালক পলাতক। তার খোঁজ চালানো হচ্ছে। লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভের বিরাট সুযোগ, কমল সোনার দর, কলকাতার দাম জানলে চমকে যাবেন
BSF |বদলে যাচ্ছে পুরোনো কাঁটাতারের বেড়া, থাকছে সেন্সর-ক্যামেরা! চিকেনস নেকের নিরাপত্তায় কঠোর বিএসএফ
সাগর বাগচি, শিলিগুড়ি: ভারতের আভ্যন্তরীন নিরাপত্তার ক্ষেত্রে বরাবরই বিশেষ স্পর্শকাতর জায়গা উত্তরবঙ্গের চিকেনস নেক। প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ এই করিডর উত্তর-পূর্বের সাতটি রাজ্যকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়েছে। ভারতীয় মানচিত্রের দিকে ভাল করে তাকালেই নজরে পড়ে পশ্চিমবঙ্গের উত্তরের এই সরু ভূখণ্ডটি। এই পথটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের পাশ দিয়ে গিয়েছে বলেই একে শিলিগুড়ি করিডরও বলা হয়। […] The post BSF | বদলে যাচ্ছে পুরোনো কাঁটাতারের বেড়া, থাকছে সেন্সর-ক্যামেরা! চিকেনস নেকের নিরাপত্তায় কঠোর বিএসএফ appeared first on Uttarbanga Sambad .
‘বাংলায় আসা ওড়িয়াদের সঙ্গেও রাজ্য সরকার যদি একই কাজ করে?’, শ্রমিক ‘হেনস্তা’য় হুঙ্কার মহুয়ার
ওড়িশায় মুর্শিদাবাদের ৪ শ্রমিককে হেনস্তার অভিযোগে গর্জে ওঠেন মহুয়া।
SIR |বিভ্রান্তি কাটিয়ে স্পষ্ট ছবি, রাজ্যে ‘নিখুঁত’ বুথের সংখ্যা এখন মাত্র ৭!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নজিরবিহীন টানাপোড়েন! পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় সংশোধনীর কাজ যত এগোচ্ছে, ততই সামনে আসছে তথ্যের বিস্ময়কর ফারাক। যে সংখ্যাটি মাসখানেক আগেও ছিল ২২০৮, তাই বুধবার নেমে এসেছিল ৪৮০-তে। আর বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে সেই ‘নিঁখুত’ বুথের সংখ্যা কমে দাঁড়ালো মাত্র ৭ টিতে। অর্থাৎ, রাজ্যের সেই সব বুথের সংখ্যা কমতে কমতে […] The post SIR | বিভ্রান্তি কাটিয়ে স্পষ্ট ছবি, রাজ্যে ‘নিখুঁত’ বুথের সংখ্যা এখন মাত্র ৭! appeared first on Uttarbanga Sambad .
Realme Watch 5: যদি আপনি একটি নতুন স্মার্টওয়াচ কেনার কথা ভেবে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য বিশেষ হতে চলেছে। Realme ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ, Watch 5 লঞ্চ করেছে। এই স্মার্টওয়াচটি সেই সকল ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যারা স্মার্ট ফিচারের পাশাপাশি সুবিশাল, স্ক্রিন, একাধিক হেলথ ট্র্যাকিং ফিচারের পাশাপাশি দীর্ঘ ব্যাটারি লাইফ সহ একটি সেরা স্মার্ট ওয়াচের সন্ধান করছেন। Realme Watch 5, সম্পূর্ণরূপে ভারতে তৈরি। নতুন স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৯৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। স্ক্রিনের ওপর থাকছে 2D ফ্ল্যাট গ্লাস কভার, সঙ্গে অ্যালুমিনিয়াম অ্যালয় ক্রাউন। সম্পূর্ণ মেটালিক বডি ডিজাইনের এই স্মার্ট ওয়াচে থাকছে ১০৮টি স্পোর্টস মোডসহ একাধিক আধুনিক ফিচার। গাড়ির পর ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার পরিকল্পনা করছে ভিনফাস্ট, দেখুন কী কী বৈশিষ্ট্য থাকবে? নতুন Realme Watch 5–এর দাম রাখা হয়েছে ৪,৪৯৯ টাকা। তবে লঞ্চ অফরে ৫০০ টাকা ছাড়ে মিলবে নয়া এই স্মার্ট ওয়াচ। ফলে গ্রাহকরা ৩,৯৯৯ টাকায়। স্মার্টওয়াচটি ১০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে। রঙের বিকল্প হিসেবে থাকছে টাইটানিয়াম সিলভার, টাইটানিয়াম ব্ল্যাক, মিন্ট ব্লু এবং ভাইব্রেন্ট অরেঞ্জ। এই দামে এটি বাজারের অন্যান্য মডেল, Nothing Watch Pro 2, Noise Halo 2 ও Fastrack Radiant FX3–এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে। আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে ঘড়িটিতে রয়েছে ১.৯৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ৩৯০৪৫০ পিক্সেল এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৬০০ নিট। ৬০Hz রিফ্রেশ রেট, 2D ফ্ল্যাট গ্লাস, মেটাল ইউনিবডি ডিজাইন এবং অ্যালুমিনিয়াম-অ্যালয় ক্রাউন ঘড়িটির চেহারায় প্রিমিয়াম অনুভূতি যোগ করেছে। Realme Watch 5–এ রয়েছে GPS ট্র্যাকিং সিস্টেম, ৩০০-র বেশি কাস্টমাইজেবল ওয়াচ ফেস, NFC, ব্লুটুথ কলিং, ১০৮টি স্পোর্টস মোড এবং গাইডেড ওয়ার্কআউট ফিচার। অফারে ভরপুর! iPhone 13 থেকে iPhone Air-এ মেগা ডিসকাউন্ট, ৪০ হাজারের কমে কিনুন প্রিমিয়াম স্মার্টফোন হেলথ ট্র্যাকিংয়ের জন্য এতে রয়েছে SpO2, হৃদস্পন্দন ট্র্যাকিং, স্ট্রেস মনিটরিং, স্লিপ মনিটরিং, তিনটি ব্রেথিং এক্সারসাইজ মোড। রয়েছে বিশেষ মিউজিক কন্ট্রোল সিস্টেম। রিয়েলমির দাবি, Realme Watch 5–এর ব্যাটারি স্ট্যান্ডার্ড ব্যবহারে ১৬ দিন এবং হালকা ব্যবহারে সর্বোচ্চ ২০ দিন পর্যন্ত চলবে। ভাঁজ করা আইফোনের দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে, সবচেয়ে দামি ফোনটিও এর সামনে সস্তা
Uttar Dinajpur |রাজনীতির ময়দানে এআই এখন ‘নন্দ ঘোষ’
বরুণকুমার মজুমদার, করণদিঘি: ‘যত দোষ, এআই ঘোষ’- ইদানীং রাজনৈতিক মহলে এই পরিবর্তিত প্রবাদ ঘুরপাক খাচ্ছে! কোনও রাজনৈতিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেই, অভিযুক্তের তরফে তা এআই-নির্মিত বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) করণদিঘির বিধায়ক গৌতম পালের বিরুদ্ধে কাটমানি নেওয়ার ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) […] The post Uttar Dinajpur | রাজনীতির ময়দানে এআই এখন ‘নন্দ ঘোষ’ appeared first on Uttarbanga Sambad .
Uttar Dinajpur |বন্ধ গেট, হাজারবিবি ধান নিয়ে বিপাকে
অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: কাঁটাতারের ওপারে হিমেল হাওয়ায় দুলছে সোনালি হাজারবিবি ধান। অথচ বিগত তিন মাস ধরে লালন করা ধান ছুঁতে পারছেন না কৃষকরা। কারণ, বর্ডারের গেট তালাবন্ধ। বিএসএফের কড়া পাহারা। কবে গেট খুলবে সেই আশায় বসে আছেন উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আবদুল মালেক, আবদুল রহমান, মগদুল আলম-রা। চোখে মুখে আতঙ্কের ছাপ- […] The post Uttar Dinajpur | বন্ধ গেট, হাজারবিবি ধান নিয়ে বিপাকে appeared first on Uttarbanga Sambad .
মাথা আর পেটের যোগসাজসেই বারবার বিগড়ে যায় মেজাজ? বিশেষজ্ঞরা বলছেন…
কীভাবে কাজ করে ‘শরীরের দ্বিতীয় মস্তিষ্ক’?
গ্যাংটকে গাছে উঠছে বাঘের শাবক! পড়ুয়ার ছবি ভাইরাল হতেই তীব্র আতঙ্ক
এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
Bronchitis Warning Signs: শীতে বাড়তে পারে ব্রঙ্কাইটিস, এই লক্ষণগুলো দেখলেই হোন সতর্ক!
SIR |এসআইআর-এর ‘কোপ’ দক্ষিণ দিনাজপুরে, বাদ যেতে পারে ৫০ হাজারের বেশি নাম
পঙ্কজ মহন্ত, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলায় বাদ যেতে পারে ৫২ হাজার ভোটারের নাম। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর (এসআইআর) (SIR) মাধ্যমে এত সংখ্যক নাম বাদ পড়ার সম্ভাবনা উজ্জ্বল। সংখ্যাটা বৃদ্ধি পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যা বুধবার স্পষ্ট হয়েছে জেলায় নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক থেকে। জেলায় এসআইআর-এর অগ্রগতি খতিয়ে দেখতে এদিন বালুরঘাট […] The post SIR | এসআইআর-এর ‘কোপ’ দক্ষিণ দিনাজপুরে, বাদ যেতে পারে ৫০ হাজারের বেশি নাম appeared first on Uttarbanga Sambad .
বারাণসীর গঙ্গা আরতিতে প্রদীপের আলোয় জ্বলল পুতিনের নাম! ‘রুশ অতিথি’কে অভিনব অভ্যর্থনা
‘বন্ধু’ পুতিনকে নিজের গাড়িতে চাপিয়েই বাড়ি নিয়ে গিয়েছেন মোদি।
শ্বাসনালিতে খোঁপার ক্লিপ! শিশুর প্রাণ বাঁচিয়ে রেকর্ড কলকাতা মেডিক্যালের
শ্বাসনালীতে আটকে ছিল প্রায় ৩.৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পিন।
জুনে ফিরতেন বাড়ি, ঘর বানাচ্ছিলেন বাবা! যোগীরাজ্যে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে শোকস্তব্ধ বেলঘরিয়া
বুধবার রাতে উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় চিকিৎসক পড়ুয়া অর্ণব চক্রবর্তীর।
ধার্মিক চোর! চার দোকানে চুরির পর গীতায় ৫০ টাকা রেখে চম্পট দিল তস্কর
'পাপস্খলনে এমন কাণ্ড', বলছেন দোকানিরা!
Dalkhola Municipality |অভিভাবক কে, ধন্দে ডালখোলা পুরসভা
শুভ্রজ্যোতি রাহা, ডালখোলা: ডালখোলা পুরসভার (Dalkhola Municipality) চেয়ারম্যান পদ থেকে স্বদেশচন্দ্র সরকার ইস্তফা দেওয়ার পর তিন সপ্তাহের বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু এখনও নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করতে পারেনি তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যানের চেয়ারে কে বসতে চলেছেন, তা নিয়ে যেমন রাজনৈতিক মহলে জল্পনা চলছে, তেমনই চর্চা চলছে শহরবাসীর মধ্যেও। কেবল ডালখোলা নয়, উত্তরবঙ্গের আরও একাধিক পুরসভায় […] The post Dalkhola Municipality | অভিভাবক কে, ধন্দে ডালখোলা পুরসভা appeared first on Uttarbanga Sambad .
Old Malda |চেয়ারম্যান পদ বিক্রি হচ্ছে, অভিযোগ বৈশিষ্ট্যর
সিদ্ধার্থশংকর সরকার, পুরাতন মালদা: পুরাতন মালদা (Old Malda) পুরসভার চেয়ারম্যান পদত্যাগের পর দিন দশেক কেটে গিয়েছে। একে তো এখনও নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়নি। তার ওপর আবার সেই চেয়ারম্যান বাছাই নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জলঘোলা। চেয়ারম্যানের পদ কেনাবেচা চলছে বলে অভিযোগ করেছেন পুরাতন মালদা পুরসভারই বরিষ্ঠ কাউন্সিলার বৈশিষ্ট্য ত্রিবেদী। বৈশিষ্ট্য নিজে ৫ […] The post Old Malda | চেয়ারম্যান পদ বিক্রি হচ্ছে, অভিযোগ বৈশিষ্ট্যর appeared first on Uttarbanga Sambad .
Sai Kishore: চার-ছক্কার বন্যা, মাত্র ৩৯ বলে ৮৭* রান ভারতের এই IPL তারকার!
Sai Kishore: গুজরাট টাইটান্স (Gujarat Titans) দলের তারকা অলরাউন্ডার সাই কিশোর ব্যাট হাতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তাণ্ডব চালালেন। ২০২৫-২৬ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) তিনি তামিলনাড়ুর হয়ে খেলতে নেমেছিলেন। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এলিট গ্রুপ ডি'র ম্য়াচে ত্রিপুরার বিরুদ্ধে তিনি সকলের নজর কেড়েছেন। হাঁকিয়েছে ৮ গগনচুম্বী ছক্কা। একটা সময় তামিলনাড়ু মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে ২০ ওভার শেষে তারা ৫ উইকেট হারিয়ে ২০৪ রান করে। Sarfaraz Khan News Update: ব্যাট হাতে ফের গর্জন সরফরাজ়ের, IPL নিলামে 'প্যায়সা হি প্যায়সা'? ইতিমধ্যে ২৯ বছর বয়সি এই তরুণ ব্যাটার ডেথ ওভারে পরপর তিনটে বলে ছক্কা হ্যাটট্রিক গড়লেন। আর এটাই তামিলনাড়ুর স্কোর রকেট গতিতে উপরের দিকে নিয়ে যায়। ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য কেন গুজরাট টাইটান্স তাঁকে রিটেন করেছে, সেটাও বুঝিয়ে দিলেন তিনি। Vaibhav Suryavanshi Century: ইতিহাস গড়লেন বৈভব, ইডেনে হাঁকালেন ধামাকাদার শতরান! অলরাউন্ডার হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করলেন সাই সুদর্শন স্পেশালিস্ট লেফট আর্ম স্পিনার সাই কিশোর এই ম্য়াচে তামিলনাড়ুর হয়ে মাত্র ৩৯ বলে অপরাজিত ৮৭ রান করলেন। একটা সময় তামিলনাড়ু যেখানে মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল, সেখানেই তারা ২০ ওভার শেষে তারা ৫ উইকেট হারিয়ে ২০৪ রান করে। এই ম্য়াচে ২৯ বছর বয়সি এই ব্যাটার ৬ নম্বরে ব্যাট করতে নামেন। যখন এসেছিলেন, তখন পাওয়ারপ্লে প্রায় অস্তমিত। সেখান থেকে দলের হাল ধরেন তিনি। SAI KISHORE HAMMERED 87* (39) IN SMAT. pic.twitter.com/ohfVC1oMA3 — Unkar (@I_am_Unkar_006) December 4, 2025 ইতিপূর্বে, টি-২০ ক্রিকেটে সাই কিশোরের সর্বাধিক স্কোর ছিল অপরাজিত ২১ রান। কিন্তু, ত্রিপুরার বিরুদ্ধে তিনি ব্যাট হাতে কার্যত ধ্বংসলীলা চালালেন। বর্তমানে এটাই তাঁর কেরিয়ারের সর্বাধিক স্কোর। কয়েক সপ্তাহ আগেই গুজরাট টাইটান্স তাঁকে ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য রিটেন করেছে। অবশেষে ফ্র্যাঞ্চাইজ়ির মর্যাদা রাখতে পারলেন তিনি। Mohammed Shami: আর কবে চোখ খুলবে নির্বাচকদের? বল হাতে আগুন জ্বালানোই 'সার' মহম্মদ শামির তামিলনাড়ু ইনিংসের সমাপ্তিটাও বেশ বিধ্বংসী মেজাজেই করলেন এই ভারতীয় ক্রিকেটার। ত্রিপুরার ফাস্ট বোলির ইন্দ্রজিৎ দেবনাথকে তিনি পরপর তিনটে ছক্কা হাঁকালেন। তামিলনাড়ু ক্রিকেট দলের অধিনায়ক নারায়ণ জগদীশনের সঙ্গে পঞ্চম উইকেটে ১১৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন সাই কিশোর। জগদীশন ৪৯ বলে ৮৩ রান করেন। তিনি আউট হওয়ার পর স্লগ ওভারে আর রাজকুমারের সঙ্গে জুটি বাঁধেন কিশোর। Virat Kohli ICC ODI Ranking: পাকিস্তানের উপর 'সার্জিক্যাল স্ট্রাইক', কোহলির শতরানে 'বিরাট ধামাকা' ক্রিকেট বিশ্বে! ২০২৫ আইপিএল টুর্নামেন্টে সাই কিশোর গুজরাট টাইটান্সের হয়ে ১৫ ম্যাচে মোট ১৯ উইকেট শিকার করেছিলেন। বোলিং গড় ছিল ২০.৬৮। সেকারণে অধিনায়ক শুভমান গিলের পছন্দ তালিকায় ছিলেন আগে থেকেই। শেষপর্যন্ত গুজরাট তাঁকে রিটেন করে। এই রিটেশনের তালিকায় সাই কিশোর ছাড়াও রয়েছেন অধিনায়ক শুভমান গিল, টেস্ট তারকা সাই সুদর্শন, কিংবদন্তী ইংরেজ ব্যাটার জস বাটলার এবং ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ সিরাজ।
কেন ডাক্তার নেনেকে বিয়ে করেছেন মাধুরী? খুব বড় কথা বলে ফেললেন অভিনেত্রী
সঞ্জয়ের ক্রিমিনাল রেকর্ডই মাধুরীর প্রেমের মূল অন্তরায় হয়ে দাঁড়ায়। ঠিক সেই সময়ই মা-বাবার পছন্দ করা মার্কিন ডাক্তার ডক্টর শ্রীরাম রেনেকে বিয়ে করেন মাধুরী। মাত্র ৬ মাসের আলাপ। আর কয়েক মাসের মধ্যেই মাধুরী ঠিক করে নেন, বিয়ে যদি করেন, তাহলে ডক্টর নেনেকেই করবেন।
৪৮ দলের বিশ্বকাপে ১২টি গ্রুপ, শুক্রবার কোন পদ্ধতিতে হবে ড্র? জেনে নিন খুঁটিনাটি
আয়োজক দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাকে রাখা হয়েছে সর্বোচ্চ পটে।
আরাবল্লি নিয়ে সোনিয়ার নিশানায় মোদি
নয়াদিল্লি: রাজধানীর ভয়াবহ দূষণ মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এবার এই ইস্যুতে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানালেন সিপিপি চেয়ারপার্সন সোনিয়া গান্ধি। বুধবার একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত এক উত্তর সম্পাদকীয় নিবন্ধে তিনি অভিযোগ করেন, মোদি সরকার আরাবল্লি পর্বতমালার মৃত্যু পরোয়ানায় প্রায় সই করে ফেলেছেন। তাঁর অভিযোগ, পরিবেশ সুরক্ষার […] The post আরাবল্লি নিয়ে সোনিয়ার নিশানায় মোদি appeared first on Uttarbanga Sambad .
Asansol |বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৩!
রাজা বন্দোপাধ্যায়, কুলটি: বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩ জন সদস্যের। ঘটনাটি ঘটেছে বিহারের বরহি থানায় এলাকায়। মৃতেরা আসানসোলের কুলটি থানার থানা মোড় এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, আসানসোলের কুলটি থানা মোড় এলাকার বাসিন্দা জয়ভগবান যাদব বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ উত্তরপ্রদেশে এক বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একটি চার চাকা […] The post Asansol | বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৩! appeared first on Uttarbanga Sambad .
Devvrat Mahesh Rekhe |শ্লোক আওড়ে চমকাল কিশোর
মুম্বই: সংস্কৃত মন্ত্র পড়ে গোটা বিশ্বের নজর কেড়ে নিল এক বিস্ময় কিশোর। দেবব্রত মহেশ রেখে (Devvrat Mahesh Rekhe) নামের মারাঠি ওই কিশোর একটানা ২,০০০ বৈদিক মন্ত্র নির্ভুলভাবে আবৃত্তি করে এক বিরল কৃতিত্ব স্থাপন করেছে। এই সাফল্যের জন্য সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পেয়েছে। দুই নেতাই তারিফ করেছেন […] The post Devvrat Mahesh Rekhe | শ্লোক আওড়ে চমকাল কিশোর appeared first on Uttarbanga Sambad .
স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে ধোঁয়াশা অব্যাহত, দুই পরিবারের অন্দরের খবর দিলেন ‘ননদ’পলক
সম্পর্কের ভাঙনের গুঞ্জন নিয়ে কী বললেন পলক?
Malaysia |ফের হারানো বিমানের খোঁজে মালয়েশিয়া
কুয়ালালামপুর: বিমান চলাচলের ইতিহাসে এক গভীর রহস্য মালয়েশিয়া (Malaysia) এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ (MH370)-এ। ১১ বছর আগে ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে বিমানটি নিরুদ্দেশ হয়। একাধিকবার বিশাল তল্লাশি অভিযান চালানো হলেও বিমানের মূল ধ্বংসাবশেষের খোঁজ মেলেনি। তবে এবার মালয়েশিয়ার সরকার সেই রহস্যের জট খুলতে ফের নতুন করে তল্লাশি শুরু করার ইঙ্গিত দিয়েছে। […] The post Malaysia | ফের হারানো বিমানের খোঁজে মালয়েশিয়া appeared first on Uttarbanga Sambad .
Credit Score: ৩০০ থেকে ৯০০; এই তিন সংখ্যার ‘খেলায়’ হারছেন না তো?
Credit Card Payment History: ৩০০ থেকে ৯০০— এই স্কোরের হেরফেরেই ঠিক হয় আপনি লোন পাবেন কি না। CIBIL, Experian, CRIF High Mark বা Equifax-এর মতো সংস্থারা আপনার প্রতিটি আর্থিক পদক্ষেপের ওপর নজর রাখছে।
মল সংগ্রহের বিশেষ সুটকেস, খাদ্যতালিকায় বেগুন-স্যালাড, বিদেশ সফরে কেমন জীবন পুতিনের?
রুশ প্রেসিডেন্টের দেহরক্ষীদের বয়স ৩৫ বছরের বেশি হতে পারে না।
SIR in Bengal: কত বাড়ল আনকালেক্টেড ফর্মের সংখ্যা? মৃত্যুহীন বুথ নেমে গেল সাতে
SIR News: গত চারদিনে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা ক্রমশ কমেই চলেছে। চার সংখ্যা থেকে নেমে গেল একেবারে এক সংখ্যায়। গোটা রাজ্যে মৃত্যুহীন ভোটারের সংখ্যা ২২০৮ থেকে কমে হল ৭। ১ সেপ্টেম্বর মৃত্যুহীন ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ২০৮।
Bijapur |ছত্তিশগড়ে মাওবাদী দমনে সাফল্য! সংঘর্ষে নিহত বেড়ে ১৮, উদ্ধার বিপুল অস্ত্রশস্ত্র
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাওবাদী দমনে ছত্তিশগড় পুলিশ ও নিরাপত্তা বাহিনী ফের এক বিরাট সাফল্য অর্জন করেছে। রাজ্যের বিজাপুর জেলায় বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ ১২ ঘণ্টার এনকাউন্টারে নিহত মাওবাদীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ জন। বৃহস্পতিবার সকালে আরও ৬ জনের দেহ উদ্ধারের পর এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এই সফল অভিযানে অবশ্য জেলা রিজার্ভ গার্ডের […] The post Bijapur | ছত্তিশগড়ে মাওবাদী দমনে সাফল্য! সংঘর্ষে নিহত বেড়ে ১৮, উদ্ধার বিপুল অস্ত্রশস্ত্র appeared first on Uttarbanga Sambad .
Health Tips: এক ঘণ্টা প্রস্রাব চেপে রাখলে কী হয়? জেনে নিন বিশেষজ্ঞের জরুরি পরামর্শ
যদি কারও মূত্রথলি সুস্থ থাকে এবং তিনি শুধুমাত্র এক ঘণ্টার জন্য প্রস্রাব চেপে রাখেন, তবে সাধারণত এর ফলে তাঁর স্বাস্থ্যের বড় কোনও ক্ষতি হয় না। তবে তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া দেখা যায়। জরুরি পরিস্থিতিতে এক ঘণ্টার জন্য প্রস্রাব চেপে রাখলে সাধারণত বড় কোনও ক্ষতি হয় না। তবে এটিকে কখনই অভ্যাসে পরিণত করবেন না।
Mohammed Shami: আর কবে চোখ খুলবে নির্বাচকদের? বল হাতে আগুন জ্বালানোই 'সার' মহম্মদ শামির
Mohammed Shami: বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) সার্ভিসেসের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা ক্রিকেট দল (Bengal Cricket Team)। এই ম্যাচে মহম্মদ শামি ৪ উইকেট শিকার করলেন।ওয়ানডে'র পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেও ভারতীয় ক্রিকেট দলে জায়গা হল না মহম্মদ শামির। নির্বাচকদের আস্থা অর্জন করতে আরও একবার ব্যর্থ হলেন বাংলার এই পেস তারকা। তবে শামি নিজের পারফরম্য়ান্সের দৌলতে ফের নির্বাচকদের কড়া জবাব দিলেন। সার্ভিসেসের বিরুদ্ধে আয়োজিত ম্য়াচে তিনি বল হাতে কার্যত আগুন ছোটালেন। শামির সামনে সার্ভিসেসের ব্যাটাররা কার্যত ছারখার হয়ে যায়। প্রসঙ্গত, ৩.২ ওভারের স্পেলে তিনি মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন। Mohammed Shami and Ajit Agarkar: শামির বোলিং আদৌ দেখবেন আগরকর? বিশেষ শর্তেই আটকাল জট ফের নজরকাড়া বোলিং মহম্মদ শামির বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা ক্রিকেট দল। এই ম্যাচে মহম্মদ শামির বিধ্বংসী রূপ দেখতে পাওয়া যায়। সঙ্গে যথেষ্ট প্রশংসাও কুড়োলেন তিনি। প্রথম বলেই শিকার করলেন সার্ভিসেসের ওপেনার গৌরবের উইকেট। গৌরব তাঁর রানের খাতা পর্যন্ত খুলতে পারলেন না। Mohammed Shami in IPL 2026: মহম্মদ শামিকে নিয়ে ধামাকা খবর, শুনলে চমকে উঠবেন আপনিও এরপর তৃতীয় ওভারে মহম্মদ শামি সার্ভিসেসের অপর ওপেনার রবি চৌহানকেও ২৬ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। এরপর দ্বিতীয় স্পেলে যখন শামি ফেরেন, সেই সময় তিনি আরও ২ উইকেট শিকার করেন। উইকেট শিকার করার পাশাপাশি শামি যথেষ্ট কম রানও দিয়েছেন। ৩.২ ওভারে তিনি মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। শামি ছাড়া আকাশ দীপও দুর্দান্ত বল করলেন। ৪ ওভারে ২৭ রান দিয়ে তিনি ৩ উইকেট শিকার করেন। Mohammed Shami Dropped: রাজনীতি না ব্যক্তিগত আক্রোশ? শামি বঞ্চনার 'গোপন কথা' ফাঁস করলেন শুভমান অনেকদিন টিম ইন্ডিয়ায় সুযোগ পাচ্ছেন না শামি মহম্মদ শামির সামনে ভারতীয় ক্রিকেট দলের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্য়াচ খেলেছিলেন। এরপর তাঁকে আর কোনও ফরম্য়াটে দেখতে পাওয়া যায়নি। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া সফরেও শামিকে নির্বাচন করেনি বিসিসিআই। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে এবং এবার টি-২০ স্কোয়াডেও শামিকে রাখা হল না। টানা বঞ্চনার শিকার হওয়ার কারণে সম্প্রতি বোর্ডের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের এই পেস তারকা।
২২০৮ থেকে ৭! মৃত্যুহীন, নিখোঁজ, স্থানান্তরিত, ভোটারের বুথ কমল ‘ভূতুড়ে’গতিতে
কোন জেলায় কত সেই তথ্য দিল কমিশন।
শীতে ছত্রাকের হানা, সারা শরীরে মারাত্মক চুলকুনি, কীভাবে রেহাই পাবেন?
সতর্ক না হলেই বিপদ, জেনে নিন প্রতিরোধের সহজ উপায়।
Morning Skin Glow Drink: এটা দিয়ে শুরু করুন দিন, ত্বকে ফিরবে তরুণ্য, স্বাভাবিক উজ্জ্বলতা
Morning Skin Glow Drink: আমাদের শরীরের স্বাস্থ্য যেমন প্রতিদিনের অভ্যাসের ওপর নির্ভর করে, তেমনই ত্বকের উজ্জ্বলতা এবং তারুণ্যও নির্ভর করে সঠিক যত্নের ওপর। বাইরের যত্নের পাশাপাশি শরীরকে ভেতর থেকেও সুস্থ রাখা অত্যন্ত জরুরি। সকালে ঘুম থেকে উঠেই আমরা যা পান করি, তা দিনের এনার্জি থেকে শুরু করে ত্বকের স্বাস্থ্যে পর্যন্ত বড় ভূমিকা রাখে। অনেক সময়ই মানুষ মনে করে কেবল দামি ক্রিম ব্যবহার করলেই ত্বক উজ্জ্বল হয়, কিন্তু বাস্তবে ত্বকের স্বাভাবিক গ্লো শরীরের অভ্যন্তরীণ ভারসাম্যের ওপরই বেশি নির্ভর করে। তাই দিনের শুরুতে কিছু আয়ুর্বেদিক পানীয় শরীরকে শুধু আর্দ্রই রাখে না, বরং ত্বকের কোষকে ভিতর থেকে পুনর্নির্মাণে সাহায্য করে, ডিটক্সিফাই করে এবং বার্ধক্যের ছাপ কমায়। লেবুর জল বহু যুগ ধরে প্রাকৃতিক ডিটক্স পানীয় হিসেবে জনপ্রিয়। ভিটামিন সি ত্বকের জন্য এক অসাধারণ উপাদান যা কোলাজেন তৈরি করতে সাহায্য করে। কোলাজেন ত্বকের দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতা বজায় রাখে, ফলে ত্বকে দ্রুত বলিরেখা পড়ে না। সকালে হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে পান করলে শরীরে জমে থাকা টক্সিন বেরিয়ে যায় এবং হজমশক্তি উন্নত হয়। এতে রক্ত পরিষ্কার থাকে, যার সরাসরি প্রভাব পড়ে মুখের স্বাভাবিক উজ্জ্বলতায়। লেবুর হালকা অম্ল গুণ শরীরকে সতেজ রাখে এবং সারাদিন ত্বককে স্বাভাবিক ভাবে দীপ্ত রাখে। আরও পড়ুন- অতিরিক্ত ঝিমুনিতে কাজে, লেখাপড়ায় বিরাট অসুবিধা? এই কায়দায় সহজে দূর করুন ক্লান্তি! গ্রিন টি ত্বককে ভিতর থেকে পরিষ্কার করতে কাজে লাগে। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে পরিবেশগত দূষণ, রোদ ও ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। দিনে একটি গ্রিন টি শরীরে বাড়তি জল জোগায়, প্রদাহ কমায় এবং মুখে যে অস্বাভাবিক ফোলাভাব থাকে তা কমায়। সকালের প্রথম দিকে এককাপ গরম গ্রিন টি পান করলে শরীরের বিপাকের হার বাড়ে এবং ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে। গ্রিন টির উপাদান মুখের ব্রণ বা দাগ কমাতেও সহায়ক। আরও পড়ুন- বয়স ৪০, ক্লান্ত লাগে? নিন এই জিনিস নিজেই বুঝবেন, বদলে গেছে হালচাল! হলুদ দুধ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায়, তেমনই ত্বকের জন্যও সমান উপকারি। হলুদের কুরকুমিন উপাদান শরীরে প্রদাহ কমায় এবং ত্বকের জেল্লা বাড়ায়। যাঁরা রোদে পোড়া বা দাগ-ছোপের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য এই পানীয় বিশেষ উপকারি হতে পারে। হালকা গরম দুধে হলুদ মিশিয়ে খেলে তা শরীরকে উষ্ণ রাখে, ত্বকের গভীরে কাজ করে এবং ধীরে ধীরে ত্বককে আরও সমান, উজ্জ্বল এবং সুন্দর করে তোলে। শীতকালে এটি বিশেষ ফলদায়ক। আরও পড়ুন- রোগা হতে চান? ফলো করুন অভিনেত্রী অদিতি রাও হায়দারির এই রুটিন, দিনে মাত্র ৩ বার অ্যালোভেরার রস ত্বকের জন্য প্রকৃতির উপহার। এই রস ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখে, শুষ্ক ত্বককে নরম করে এবং ত্বকের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। সকালে অ্যালোভেরার রস পান করলে শরীরের হজমশক্তি উন্নত হয় এবং রক্ত পরিষ্কার থাকে। এর ফলে ত্বকে ব্রণ বা র্যাশ হওয়ার ঝুঁকি কমে। অ্যালোভেরা ত্বকের নিস্তেজ ভাব দূর করে এবং মুখে একটি স্বাভাবিক উজ্জ্বলতা এনে দেয়। আরও পড়ুন- এই ছ’টি খাবার আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকারক গাজরের রস ত্বকের যে কোনও সমস্যার ক্ষেত্রে প্রাকৃতিক সমাধান। গাজরে থাকা ভিটামিন এ ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। ত্বকে নতুন কোষ তৈরি হয় দ্রুত, ফলে ত্বক আরও তরুণ ও সতেজ দেখায়। গাজরের রস মুখে রং এর সমতা আনে এবং দীর্ঘদিন পান করলে ত্বক ধীরে ধীরে আরও উজ্জ্বল হয়। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে, যা ত্বকের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ। আরও পড়ুন- পর্যাপ্ত পরিমাণে জল পান করাও অত্যন্ত জরুরি এ সব প্রাকৃতিক পানীয়ের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল পান করাও অত্যন্ত জরুরি। অনেক সময় ত্বকের সমস্যার মূল কারণই জলাভাব। শরীর পর্যাপ্ত হাইড্রেটেড থাকলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং ত্বকের কোষগুলো পর্যাপ্ত পুষ্টি পায়। ফলে ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল থাকে। দিনের শুরুতেই এ ধরনের স্বাস্থ্যকর পানীয় পান করার অভ্যাস শুধু ত্বক নয়, পুরো শরীরকেই সুস্থ রাখে। এগুলো কোনও কৃত্রিম রাসায়নিক নয়, তাই পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও কম। তাই যাঁরা স্বাভাবিক উজ্জ্বলতা ও দীর্ঘস্থায়ী ত্বকের তারুণ্য চান, তাঁরা সকালবেলার পানীয় তালিকায় এই প্রাকৃতিক উপাদানগুলো নিয়মিতভাবে রাখতে পারেন।
বাংলাদেশে জামাতকুল রক্ষায় রাজনীতির ময়দানে কৃষ্ণ! হিন্দু-প্রার্থী দিল ‘রাজকারদের দল’
প্রার্থী কৃষ্ণ নন্দী ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি।
Dinhata |দিনহাটা মহকুমা হাসপাতালে নেই বিশ্রামাগার! গাছতলায় রাত কাটান রোগীর পরিজনরা
দিনহাটা: হাসপাতালের শয্যা সংখ্যা তিনশো। দিনহাটা মহকুমা সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের ভরসাস্থল দিনহাটা মহকুমা হাসপাতাল। প্রতিদিন কয়েক হাজার মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালের আউটডোর ও ইন্ডোরে ভিড় জমান। কিন্তু এত বড় হাসপাতালেও রোগীর আত্মীয়স্বজনদের জন্য নেই কোনও উপযুক্ত বিশ্রামাগার বা বসার ব্যবস্থা। ফলে চিকিৎসার পাশাপাশি বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে। বুধবার হাসপাতালে ঢুকতেই চোখে পড়ল […] The post Dinhata | দিনহাটা মহকুমা হাসপাতালে নেই বিশ্রামাগার! গাছতলায় রাত কাটান রোগীর পরিজনরা appeared first on Uttarbanga Sambad .
Realme P4x 5G Launch: রিয়েলমি ভারতে লঞ্চ করল তাদের P সিরিজের নতুন স্মার্টফোন Realme P4x 5G। এতে রয়েছে শক্তিশালী ৭,০০০mAh ব্যাটারি, ৪৫W ফাস্ট চার্জিং, পাওয়ারফুল প্রসেসর এবং ডুয়াল ক্যামেরা সেটআপসহ লেটেস্ট ফিচার। মূলত যারা পারফরম্যান্স-নির্ভর একটি দুর্দান্ত স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এটি একেবারে বাজেট ফ্রেন্ডলি একটি দারুণ বিকল্প। দামের দিক থেকে দেখলে, Realme P4x 5G–এর ৬GB RAM ও ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫,৪৯৯ টাকা। ৮GB RAM + ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা এবং টপ-এন্ড ৮GB RAM + ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে—ম্যাট সিলভার, এলিগ্যান্ট পিঙ্ক এবং লেক গ্রিন। আরও পড়ুন- গাড়ির পর ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার পরিকল্পনা করছে ভিনফাস্ট, দেখুন কী কী বৈশিষ্ট্য থাকবে? ডিসপ্লে হিসেবে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল-HD LCD প্যানেল, যার রিফ্রেশ রেট ১৪৪Hz। কোম্পানির দাবি, ডিসপ্লে সর্বোচ্চ ১,০০০ নিটস ব্রাইটনেস দিতে সক্ষম, ফলে রোদে সহজেই স্ক্রিন দেখা যাবে। পাশাপাশি রয়েছে IP64 রেটিং, যা ধুলো ও হালকা জলছিটে থেকে সুরক্ষা দেয়। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬nm আর্কিটেকচারের MediaTek Dimensity 7400 Ultra চিপসেট। এর সঙ্গে রয়েছে সর্বোচ্চ ৮GB RAM এবং ২৫৬GB ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোSD কার্ডের সাহায্যে ২TB পর্যন্ত বাড়ানো যাবে। ভার্চুয়াল RAM প্রযুক্তির মাধ্যমে আরও ১৮GB পর্যন্ত RAM ব্যবহার করা যাবে। আরও পড়ুন- অফারে ভরপুর! iPhone 13 থেকে iPhone Air-এ মেগা ডিসকাউন্ট, ৪০ হাজারের কমে কিনুন প্রিমিয়াম স্মার্টফোন ক্যামেরা সেগমেন্টে রয়েছে ডুয়াল রিয়ার সেটআপ। ৫০MP প্রাইমারি সেন্সর এবং ২MP সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে দেওয়া হয়েছে ৮MP ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘক্ষণ ব্যবহারে ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা আটকাতে আছে Frozen Crown Cooling System, যেখানে ৫৩০০mm ভেপার চেম্বার ও স্টিল-সহ কপার-গ্রাফাইট কোটিং ব্যবহার করা হয়েছে। অডিওর জন্য রয়েছে Hi-Res সাউন্ড সাপোর্ট এবং OReality স্পিকার, যা আরও ভালো অডিও অভিজ্ঞতা দেবে। আরও পড়ুন- আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে ফোনটির বিশেষ আকর্ষণ ৭,০০০mAh ব্যাটারি, যা ৪৫W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনের পুরুত্ব মাত্র ৮.৩৯mm এবং ওজন ২০৮ গ্রাম। কানেক্টিভিটির দিক থেকে থাকছে ৫G, ৪G LTE, Bluetooth, GPS, Wi-Fi এবং USB Type-C পোর্ট।
Vladimir Putin India Visit: ভারত সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের সফরে ফের আলোচনায় পুতিনের নিরাপত্তা বহরের অন্যতম দুর্ভেদ্য দুর্গ, বিশেষ লিমুজিন 'অরাস সেনাট'। এর আগে চিনের সাংহাইয়ে SCO শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একই গাড়িতে ভ্রমণ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। ২০২১ সালের ভারত সফরেও তাঁর কনভয়ে এই মডেলের গাড়ি ছিল। আরও পড়ুন- 'মোদী কোনও চাপের কাছে মাথা নত করবেন না', পুতিনের বিস্ফোরক মন্তব্য, নিশানায় কি ট্রাম্প? ইতিমধ্যে ভারতের মাটিতে পা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যেখানেই তিনি ভ্রমণে যান, এই গাড়িটিও বিশেষ বিমানে করে সঙ্গে নিয়ে যাওয়া হয়। 'অরাস সেনাট'এর অন্যতম বড় বৈশিষ্ট্য এর সুরক্ষা ব্যাবস্থা। সাধারণ বুলেটপ্রুফ গাড়ির তুলনায় এর শক্তি অনেকটাই বেশি। গাড়িটির নিচের অংশ বিস্ফোরণ প্রতিরোধী। টায়ার ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটি নির্দিষ্ট দুরত্ব পর্যন্ত চলতে সক্ষম (run-flat tyres)। গাড়িটিতে রয়েছে কেমিক্যাল আক্রমণ রোধে বিশেষ এয়ার-ফিল্টার সিস্টেম। পাশাপাশি রয়েছে গোপন যোগাযোগ ব্যবস্থা ও জরুরি সিস্টেম। গাড়িটি অত্যন্ত ভারী হলেও বিশেষ Unified Modular Platform প্রযুক্তির কারণে তা দ্রুতগতিতে চলতে পারে। 'অরাস সেনাট' মডেলে রয়েছে ৪.৪-লিটার টুইন-টার্বো V8 হাইব্রিড ইঞ্জিন, যা প্রায় ৫৯৮ হর্সপাওয়ার এবং ৮৮৯ এনএম টর্ক উৎপন্ন করে। 0–100 কিমি/ঘণ্টা গতি মাত্র ৬–৯ সেকেন্ডে অতিক্রম করতে পারেন। গাড়িটির সর্বোচ্চ গতি প্রায় ১৬০–২৪৯ কিমি/ঘণ্টা। আরও পড়ুন- Kolkata Metro: যাত্রী-স্বার্থে যুগান্তকারী উদ্যোগ! মেট্রো–পূর্ব রেলের দুর্দান্ত কানেক্টিভিটি! অভূতপূর্ব তৎপরতার প্রশংসার ঝড় গাড়ির ভেতরে রয়েছে পাঁচতারা হোটেলের মতো আরামদায়ক ও অভিজাত পরিবেশ।গাড়ির অভ্যন্তর পুরোটাই রাজকীয় বিলাসিতায় ভর্তি। লেদার সিট, হ্যান্ডক্রাফটেড কাঠের কারুকার্য, উন্নত ক্লাইমেট কন্ট্রোল, বহুস্তর বিশিষ্ট নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, সব মিলিয়ে পুতিনের জন্য তৈরি করা হয়েছে এক প্রিমিয়াম মোবাইল চেম্বার। অরাস সেনাটের বেসিক মডেলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা। তবে পুতিনের ব্যবহারের বিশেষ সংস্করণের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে এবং সেটি বাজারে বিক্রিও হয় না। আরও পড়ুন- মদ বিক্রির প্রতিবাদ করায় হামলা, ধর্ষণের হুমকি, চরম আতঙ্কে মহিলারা
বিমানবন্দরে লাল কার্পেট, নামতেই পুতিনকে জড়িয়ে ধরলেন মোদি, মার্কিন ভ্রূকুটি উপেক্ষা দিল্লির?
ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
Cooch Behar |বেতন দিতে ভাঁড়ারে টান পুরসভার
কোচবিহার: ফান্ডে টাকা নেই। অথচ পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে অতিরিক্ত টাকা কোথা থেকে আসবে তা নিয়ে চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ। টাকার জোগান মেটাতে তড়িঘড়ি ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের কর্তাদের নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। ১২ ডিসেম্বর বৈঠক করা হবে। ৭০ শতাংশ ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স নেই বলে অভিযোগ। শহরের বহু বাড়ি রেসিডেন্সিয়াল […] The post Cooch Behar | বেতন দিতে ভাঁড়ারে টান পুরসভার appeared first on Uttarbanga Sambad .
‘পশ্চিমি দুনিয়াকে খুশি করতে দেশের সর্বনাশ করছেন মুনির’, জেল থেকে বার্তা ইমরানের
চার সপ্তাহ কোন মানুষ দেখেননি, জানাচ্ছেন জেলবন্দি ইমরান।
কেন্দ্রের ‘সঞ্চার সাথী’ডাউনলোড করেছেন ১ কোটির বেশি! আদৌ দরকারি এই অ্যাপ?
কী বলছেন বিশেষজ্ঞরা?
কোচবিহার: মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অমান্য করে যে সমস্ত স্কুল ১ ডিসেম্বরের আগে থেকে পঞ্চম থেকে নবম শ্রেণির পরীক্ষা নিয়েছে, জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) কাছে এবার সেই স্কুলগুলোর তালিকা চেয়ে পাঠাল পর্ষদ কর্তৃপক্ষ। এই জন্য মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক) ঋতব্রত চট্টোপাধ্যায় জেলা বিদ্যালয় পরিদর্শককে সোমবার একটি চিঠি পাঠিয়েছেন। এই প্রসঙ্গে কোচবিহার জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক […] The post Cooch Behar | সময়ের আগে পরীক্ষা নেওয়া স্কুলগুলোর তালিকা তলব, মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ না মেনে পরীক্ষা appeared first on Uttarbanga Sambad .
Putin’s India Visit |বিরল কূটনৈতিক সৌজন্য! বিমানবন্দরে গিয়ে পুতিনকে স্বাগত জানালেন মোদি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছোলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin’s India Visit)। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ পৌঁছান তিনি। তাঁকে অভ্যর্থনা জানাতে পালাম বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দু’দিনের ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট। #WATCH | Russian President Vladimir Putin lands in Delhi President Putin is on a […] The post Putin’s India Visit | বিরল কূটনৈতিক সৌজন্য! বিমানবন্দরে গিয়ে পুতিনকে স্বাগত জানালেন মোদি appeared first on Uttarbanga Sambad .
Cooch Behar |পুরোনো মামলায় সেই সজল কোচবিহারে
কোচবিহার: সল্টলেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা হত্যাকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূলের কোচবিহার-২ ব্লক কমিটির বহিষ্কৃত সভাপতি সজল সরকারকে। সেই খুনের তদন্ত চলাকালীনই সজলকে পৃথক একটি মামলার জন্য কোচবিহারে নিয়ে আসা হল। ২০২৪ সালের পুরোনো ওই মামলায় বুধবার সজলকে কোচবিহার আদালতে তোলা হয়। তারপর তাঁকে তিনদিনের হেপাজতে নিয়েছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই হত্যাকাণ্ডের মামলার তদন্তে সজল […] The post Cooch Behar | পুরোনো মামলায় সেই সজল কোচবিহারে appeared first on Uttarbanga Sambad .
Kalna: পাপের টাকায় পাপস্খালন! গীতার উপর চুরি করা ৫০ টাকা রেখে পালাল ‘চোর’
দোকানদারদের অভিযোগ, গভীর রাতে তালা ভেঙে দোকানে ঢুকে ক্যাশবাক্সে থাকা সমস্ত টাকা-পয়সা, এমনকী কিছু খাবারদাবারও নিয়েছে চোরেরা। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা হল, কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফলের দোকানে রাখা একটি ভগবৎ গীতা খুলে তার ওপর দোকান থেকে নেওয়া একটি ৫০টাকা রেখে দেয় চোরেরা।
Vladimir Putin In India: তেল, প্রতিরক্ষা ও কূটনীতি! যেসব কারণে ভারতে এলেন পুতিন
India-Russia Bilateral Strategic Partnership: ডিসেম্বরের বেলা ১১টায় হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তাঁর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে। কিন্তু ৪ হাজার ৩০০ কিলোমিটারের বেশি উড়ে এসে কী কী বিষয়ে আলোচনা করবেন পুতিন?
Humayun Kabir: মুর্শিদাবাদে এসআইআর-বিরোধী সমাবেশ থেকে বৃহস্পতিবার বিজেপির বিরুদ্ধে কার্যত হুঙ্কার ছুঁড়লেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, রাজ্যে কখনও এনআরসি বা ডিটেনশন ক্যাম্প চালু হতে দেবেন না। তাঁর কথায়, “গলা কেটে নিলেও বাংলায় এনআরসি হবে না, কাউকে তাড়িয়ে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এসআইআরকে কেন্দ্র করে বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে। তিনি দাবি করেন, এসআইআর-এর কারণে রাজ্যে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তার মধ্যে অর্ধেকই হিন্দু সম্প্রদায়ের মানুষ। মমতার কথায়, “ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। যেই ডালে বসে আছেন, সেই ডাল কেটে ফেলবেন না।” এদিনের সভা থেকে মমতা নির্বাচন কমিশনকেও বার্তা দেন। তিনি বলেন, সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা তৈরির স্বার্থে এসআইআর প্রক্রিয়ায় কমিশনের উচিত কেন্দ্রীয় কর্মচারীদের মাইক্রো-অবজার্ভার হিসেবে নিয়োগ করা। সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক্ফ সম্পত্তি রক্ষারও আশ্বাস দেন। তিনি বলেন, রাজ্যে কোনও সংখ্যালঘুর জমি দখল করা হবে না এবং রাজ্যে এ নিয়ে নানান অপপ্রচার চলছে, এ সবই ভিত্তিহীন মিথ্যা।” আরও পড়ুন- বাংলাদেশের পাশাপাশি চিনে জোরালো কম্পন, ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক মুর্শিদাবাদে সভা থেকে ফের রাজ্যের জনগণকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বার্তা দেন, রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে এবং কারও নাগরিকত্ব নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য থেকে কেউ বিতাড়িত হবেন না। যদি কাউকে বাংলাদেশ পাঠিয়েও দেওয়া হয়, মৎস্যজীবীদের যেভাবে ফিরিয়ে এনেছি, সেভাবেই ফিরিয়ে আনব।” আজকের সভায় তিনি বিশেষভাবে উল্লেখ করেন সোনালি খাতুনের ঘটনাটি। গর্ভবতী সোনালিকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। সেই মামলায় রাজ্য আদালতে যায় এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তাঁকে ফিরিয়ে আনার। মুখ্যমন্ত্রী বলেন, “সোনালি খাতুনের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। উনি গর্ভবতী মা। কেস করে বলেছি, তাঁকে ফিরিয়ে আনতেই হবে।” এর পাশাপাশি এসআইআর (Special Intensive Revision) নিয়ে জনমানসে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সে বিষয়েও সরাসরি প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “SIR নিয়ে ভয় পাবেন না। শুধু কাগজপত্র ঠিক মতো জমা দিন। বিজেপি সময় এমনভাবে বেছেছে যাতে চাপ তৈরি হয়। যদি আমরা এসআইআর করতে না দিতাম, তাহলে ভোট বন্ধ করে রাষ্ট্রপতি শাসন জারি করা হত। এটাই অমিত শাহের চালাকি।” আরও পড়ুন- লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভের বিরাট সুযোগ, কমল সোনার দর, কলকাতার দাম জানলে চমকে যাবেন এদিকে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ নিয়ে চলমান বিতর্কের জেরে তৃণমূল কংগ্রেস ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে। এরপর এদিন মমতা বলেন, মুর্শিদাবাদ, বিভিন্ন ধর্মের মিলনভূমি। তাই এই জেলা কখনই দাঙ্গার রাজনীতিকে মেনে নেবে না। “তৃণমূল কোনওভাবেই সাম্প্রদায়িক রাজনীতি করে না এবং তা বরদাস্তও করবে না।” তিনি আরও স্মরণ করিয়ে দেন, “এ জেলা নবাবদের ভূমি, যেখানে সব ধর্মের পবিত্র স্থান রয়েছে। মুর্শিদাবাদের মানুষ ঐক্যের ইতিহাস ভুলতে পারে না।” বৃহস্পতিবার মুর্শিদাবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার ঠিক আগেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তবে দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ হুমায়ুন কবীর জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর অবস্থান থেকে এক ইঞ্চিও সরছেন না। ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস তিনি করবেনই। এরপরই নাম না করে হুমায়ুন কবীরকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, মুর্শিদাবাদের মানুষ কখনও দাঙ্গার রাজনীতি মেনে নেবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে তিনি জেলার বহুত্ববাদী ইতিহাস তুলে ধরেন। মমতা বলেন, “আমরা মুর্শিদাবাদের ইতিহাস ভুলতে পারি না। সিরাজউদ্দৌলাকে এখানকার প্রতিটি ঘরেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এই জেলা নবাবদের ভূমি। এখানে সকল ধর্মের পবিত্র স্থান রয়েছে। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গার রাজনীতি মেনে নেবে না,”। আরও পড়ুন- West Bengal News Live Updates: 'ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের সঙ্গে দলের সম্পর্ক নেই', হুমায়ূনকে তাড়িয়ে সাফ বললেন ফিরহাদ এদিকে বহিষ্কৃত হওয়ার পরই হুমায়ুন কবীর বলেন, আগামীকালই দল থেকে পদত্যাগ করব।পাশাপাশি ২২ ডিসেম্বর নিজের দল ঘোষণা করবেন বলেও হুঙ্কার ছোঁড়েন তিনি কয়েকদিন আগে, ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদের (অযোধ্যা) আদলে একটি মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলেন। কবীর জোর দিয়ে বলেছিলেন যে তিনি ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বাবরি মসজিদের আদলে একটি মসজিদের 'শিলান্যাস' করবেন । এদিন সাসপেন্ডেড তৃণমূল নেতা বলেন, “আমাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, এমএলএ পদ থেকে নয়। জেলা সভাপতির সঙ্গে বৈঠকের জন্য এসেছি। বৈঠক শেষে প্রতিক্রিয়া দেব।” পাশাপাশি তিনি এও বলেন, মুর্শিদাবাদের মানুষ এর জবাব দেবে। আমি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ব। সাসপেন্ড হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে তৃণমূলের বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবির অভিযোগ করেন, রাজ্যে মুসলমানদের মসজিদ নির্মাণে বাধা দেওয়া হচ্ছে, অথচ সরকারি অর্থে একের পর এক মন্দির তৈরি হচ্ছে। তাঁর কথায়, “নিউটাউন-রাজারহাটে ১১০০ কোটি টাকার জমি মুখ্যমন্ত্রী মন্দির তৈরির জন্য বরাদ্দ করেছেন। ক্ষমতা কতদিন থাকে দেখব… বেশ করেছি। ক্ষমতা থাকলে রুখে নেবে। এরকম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে বরং সরাসরি বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে স্বাগত জানাব।” তিনি আরও বলেন, তৃণমূল মুসলমানদের “বোকা বানাচ্ছে”। মুসলমানদের ভোটে ক্ষমতায় এলেও দলের মধ্যে মুসলিম জনপ্রতিনিধিদের কোনও গুরুত্ব নেই বলেও তোপ দাগেন ভরতপুরের বিধায়ক। আরও পড়ুন- মদ বিক্রির প্রতিবাদ করায় হামলা, ধর্ষণের হুমকি, চরম আতঙ্কে মহিলারা
Katrina Kaif: খুব কেঁদেছিলেন ক্যাটরিনা, রনবীরের সঙ্গে সম্পর্ক কাল হয়ে দাঁড়ায় অভিনেত্রীর?
Katrina Kaif: ২০০৭ সালে 'সাওয়ারিয়া' ছবির মাধ্যমে রণবীর কাপুর বলিউডে পা রাখেন। খুব অল্প সময়েই তিনি শুধু তাঁর অভিনয় দক্ষতাই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও শিরোনামে জায়গা করে নেন। ইন্ডাস্ট্রিতে, সেই শুরুর বছরগুলোতেই রণবীরের নাম জুড়েছিল দুই জনপ্রিয় অভিনেত্রী, দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে। একসময়ের সুগভীর এই সম্পর্কগুলো শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়। সম্প্রতি সাংবাদিক পূজা সামন্ত এক সাক্ষাৎকারে ওই সময়কার বেশ কিছু অজানা কথা সামনে এনেছেন। জাহরা জানির ইউটিউব চ্যানেলের সঙ্গে কথোপকথনে পূজা জানান, দীপিকা ও রণবীরের প্রথম যোগাযোগ হয়েছিল, তাঁদের মেকআপ শিল্পীদের মাধ্যমে। দুজনেই তখন ফিল্ম সিটিতে শুটিং করছিলেন। রণবীর 'সাওয়ারিয়ায়', আর দীপিকা 'ওম শান্তি ওম' ছবিতে। দীপিকার মেকআপ আর্টিস্ট তাঁকে জানান পাশের সেটে রণবীর শুটিং করছেন, আর রণবীরকে তাঁর মেকআপ আর্টিস্ট জানান- প্রকাশ পাড়ুকোনের মেয়ে ঠিক পাশেই শুটিং করছেন। এই খবর শুনে রণবীর নিজেই, প্রথম দেখা করার আগ্রহ প্রকাশ করেন। মেকআপ শিল্পীরা তাদের নম্বর বিনিময় করিয়ে দেন এবং সেই সূত্রেই শুরু হয় যোগাযোগ। Jaya Bachchan: জয়া বচ্চনের কঠোর মন্তব্যে ক্ষুব্ধ, উঠল বয়কটের ডাক, কোপ পড়বে নাতি অগস্ত্যের ওপর? পূজার দাবি, তাঁদের প্রথম দেখা হয়েছিল মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতের একটি কফি শপে। সম্পর্কের শুরুর দিকে দু’জনেই ছিলেন অনেকটাই খোলামেলা। কিন্তু কিছুদিন পরই তাঁদের বিচ্ছেদ ঘটে। কফি উইথ করণ-এ দীপিকার মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, যে রণবীর তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। এরপর রণবীরের জীবনে আসে ক্যাটরিনা কাইফ। পূজা সামন্ত বলেন, বিচ্ছেদের পর ক্যাটরিনা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। YRF স্টুডিওতে সাক্ষাৎকারের সময় তাঁকে কাঁদতে দেখা যায়। তিনি স্বীকার করেছিলেন, যে রণবীরের প্রতি ভালোবাসার টানে বহু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ক্যাটরিনা ভেবেছিলেন, রণবীরকে বিয়ে করলে তিনি কাপুর পরিবারের সদস্য হবেন। এই বিশ্বাস থেকেই তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দেন। বিচ্ছেদের পর, ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য নিজেকেই দায়ী মনে করতেন তিনি। AVM Saravanan Death: তামিল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত প্রখ্যাত প্রযোজক এভিএম সারাভানন বর্তমানে রণবীর কাপুর আলিয়া ভাটের স্বামী এবং তাঁদের কন্যা রাহা। দীপিকা পাড়ুকোন, বিবাহিত রণবীর সিংয়ের সঙ্গে এবং তাঁদের কন্যার নাম দুয়া। অন্যদিকে, ক্যাটরিনা কাইফ সুখী দাম্পত্য কাটাচ্ছেন ভিকি কৌশলের সঙ্গে, এবং ২০২৫ সালে তাঁরা তাঁদের পুত্র সন্তানের জন্ম দেন।
মগজধোলাইয়ের হাতিয়ার! জঙ্গিবাদ রুখতে ‘জিহাদি সাহিত্য’নিষিদ্ধ করল অসম সরকার
অসমের সংখ্যালঘু এলাকাগুলিতে প্রভাব বিস্তার করছে বহু ইসলামিক জঙ্গি গোষ্ঠী।
‘আমাদের পরিবারে এক ভয়ানক সময়…’, বিস্ফোরক জয়া বচ্চন
ঠিক এই সময়ই এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক অন্ধকার অধ্য়ায়ের কথা শেয়ার করে রীতিমতো আলোড়ন ফেলে দিলেন জয়া বচ্চন। স্পষ্ট জানালেন, মেয়ে শ্বেতার বিয়ে পর এক ভয়ানক সময় দিয়ে গিয়েছেন জয়া। রোজ রাত কাটত তাঁর কেঁদে কেঁদেই!
Recipe |বাড়িতে অতিথি? পাতে দিন নারকেলের পুড় ভরা মিষ্টি সিঙ্গাড়া
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ন্যাকস হিসেবে সিঙ্গাড়া চাহিদা বিপুল। যদি এই সিঙ্গাড়ায় একটু ট্যুইস্ট আনা যায় তাহলে কেমন হয়! তাহলে সময় নষ্ট না করে বানিয়ে ফেলুন মিষ্টি সিঙাড়া। ভাবছেন এমনটা কী করে সম্ভব? দেখে নিন রেসিপি। উপকরণ: একটা গোটা নারকেল কোরা, ময়দা পরিমাণমতো, পেঁয়াজ কুচি, ভাজা চিনেবাদাম, কাঁচা লংকা কুচি, পাতিলেবুর রস, স্বাদমতো নুন ও […] The post Recipe | বাড়িতে অতিথি? পাতে দিন নারকেলের পুড় ভরা মিষ্টি সিঙ্গাড়া appeared first on Uttarbanga Sambad .
‘বয়ফ্রেন্ডের হুডি চুরি করা হবে না’, নিখিলের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই কেন বললেন সৌরসেনী?
নেপথ্যে কোন কারণ জানেন?
‘আপে দিল্লির মানুষের আস্থা ফিরছে’, নির্বাচনে বিজেপির হারেই নিজের জয় দেখছেন কেজরি
চলতি বছরের শুরুতেই গেরুয়া ঝড়ে বিধ্বস্ত হয়েছিল দিল্লির আপ।
Winter Travel Place List: দক্ষিণে শীতের ডাক, এই ঠান্ডায় ঘুরে আসুন দক্ষিণ ভারতের সেরা ৫ শৈলশহর
উত্তর ভারতের পাহাড়ে যখন বরফের রাজত্ব, তখন দক্ষিণ ভারতের শৈলশহরগুলি নিজেদের মেলে ধরে এক অন্য রূপে। মনোরম জলবায়ু, ঘন সবুজ প্রকৃতি আর ঐতিহাসিক সংস্কৃতির মিশেলে এই স্থানগুলি হয়ে ওঠে শীতকালীন ভ্রমণের জন্য আদর্শ গন্তব্য।
SIR-এর মহিমা! মা হয়ে গেলেন শ্যালিকা, আজব অভিযোগ তমলুকে
Tamluk: বিজেপি নেতার দাবি, ২০০২ সালের তালিকা অনুযায়ী উত্তর ২৪ পরগনার টিটাগড় বিধানসভার ১৩৭ নম্বর বুথের ৫৪ নম্বর সিরিয়ালে তমাল নায়েক নামে একজন ভোটার রয়েছেন,যার বাবার নাম ভগবান নায়েক। অর্থাৎ তমাল নায়েক হলেন ভগবান নায়েকের কন্যা।
Lifestyle |সুইচবোর্ডে এত দাগ! সহজ কৌশলে নিরাপদে করুন পরিষ্কার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অপরিচ্ছন্ন সুইচবোর্ড আপনার সাধের বাড়িকে হতশ্রী রূপ দিতে পারে। তাই দাগছোপযুক্ত সুইচবোর্ড পরিষ্কারে নজর দিন। সহজ কৌশলে নিরাপদে করুন পরিষ্কার। রইল টিপস। ১) বাড়িতে হাতের কাছে থাকা নিত্যদিনের ব্যবহারের জিনিসপত্র দিয়ে সুইচবোর্ড পরিষ্কার করা সম্ভব। ঠিক যেমন টুথপেস্ট। একটি পুরনো ব্রাশে টুথপেস্ট নিন। ভালো করে সুইচবোর্ডে লাগান। শুকনো কাপড় দিয়ে হালকা […] The post Lifestyle | সুইচবোর্ডে এত দাগ! সহজ কৌশলে নিরাপদে করুন পরিষ্কার appeared first on Uttarbanga Sambad .
সাগর বাগচী শিলিগুড়ি: বিগত ৪-৫ মাস ধরে উত্তরবঙ্গের সীমান্ত দিয়ে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাওয়া অনুপ্রবেশকারীর সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। বিএসএফের দাবি (BSF on Exfiltration), এই প্রবণতা একদমই নতুন। আগে কখনই কোন অনুপ্রবেশকারী স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চেয়ে বিএসএফের কাছে আর্জি জানায়নি। এখন অনেকে এসে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে, কেউ বা সীমান্তের নিকটবর্তী গ্রামে এলে সেখান থেকে […] The post BSF on Exfiltration | উত্তরের সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশে ফেরার হিড়িক! ৪-৫ মাসে সংখ্যাটা কত? appeared first on Uttarbanga Sambad .
তালসারির সৈকতে হাঙর-রহস্য! মৎস্যজীবীদের জালে উঠে এল বিশালাকার ‘জলদৈত্য’
হাঙরটিকে উদ্ধার করতে রীতিমতো সংগ্রাম করতে হয় মৎস্যজীবীদের।
ওয়াকফ নথি আপলোডে সমস্যায় মোতুয়ালিদের একাংশ
সমস্ত ওয়াকফ সম্পত্তির খতিয়ান কেন্দ্রীয় পোর্টালে তোলার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারও। সেই নির্দেশিকার ভিত্তিতে প্রশাসনের তরফে প্রতিটি ব্লকে নিয়োগ করা হয়েছে ব্লক লেভেল ফেসিলেটর৷ কেন্দ্রীয় উমিদ পোর্টালে তথ্য আপলোড করতে মোতুয়ালিদের সাহায্য করছেন ফেসিলেটররা। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যে মালদা শহরের পিরোত্তর জাহানপির পিরস্থান ওয়াকফ এস্টেট সহ বেশিরভাগ বড় ওয়াকফ সম্পত্তির তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। তবে এখনও প্রচুর ওয়াকফ সম্পত্তির সমস্ত নথি সংগ্রহ করতে পারেননি অনেক মোতুয়ালি৷
Hili |বালি বোঝাই ট্র্যাক্টরের পিছু নিয়ে কালঘাম ছুটল ভূমি দপ্তরের আধিকারিকদের! কেন?
হিলি: ঠিক যেন কোনও হিন্দি সিনেমার দৃশ্য! বালি বোঝাই ট্র্যাক্টরের পেছনে হাওয়ার বেগে ছুটছে ভূমি দপ্তরের গাড়ি। এ রাস্তা ও রাস্তা ট্র্যাক্টরের পিছু ধাওয়া করেও কিছুতেই বাগে আনা যাচ্ছে না। দিনে-দুপুরে চোখের সামনে এমন রেসিং গেম দেখে থ এলাকাবাসীরা। ব্যাপারটা কি বোঝার চেষ্টা করেও তাঁদের বোধগম্য হল না কিছুই। বৃহস্পতিবার দুপুরে হিলি (Hili) ভূমি ও […] The post Hili | বালি বোঝাই ট্র্যাক্টরের পিছু নিয়ে কালঘাম ছুটল ভূমি দপ্তরের আধিকারিকদের! কেন? appeared first on Uttarbanga Sambad .
East Bengal FC: সেমির লড়াইয়ে জ্বলল মশাল, ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল?
East Bengal FC: তৃতীয়বার সুপার কাপ (Super Cup 2024) ফাইনালে উঠল ইস্টবেঙ্গল এফসি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তারা সেমিফাইনাল পর্বে পঞ্জাব এফসি-র (Punjab FC) বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। অবশেষে ইস্টবেঙ্গল ৩-১ গোলে বাজিমাত করে। মারগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। East Bengal vs. Punjab FC live updates: বেলাইন পঞ্জাব মেল, সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল কাদের বিরুদ্ধে খেলবে ফাইনাল? এবার প্রশ্ন হল, কাদের বিরুদ্ধে ফাইনাল ম্য়াচ খেলতে নামবে ইস্টবেঙ্গল? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচটি মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়ার মধ্যে আয়োজন করা হবে। খেলা হবে এই একই ভেন্যুতে। দ্বিতীয় সেমিফাইনালে যে দল জয়লাভ করবে, তারাই শেষপর্যন্ত ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে। East Bengal vs Punjab FC LIVE Streaming info: সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল, কোথায়-কখন দেখবেন লাইভ স্ট্রিমিং? কলকাতার এই শতাব্দী-প্রাচীন ফুটবল ক্লাবটি ১২ মিনিটের মধ্যেই লিড নিয়ে ফেলেছিল। সৌজন্যে বক্সের ঠিক বাইরে থেকে মহম্মদ রশিদের দুর্ধর্ষ একটি শট। কিন্তু, ম্য়াচের ৩৪ মিনিটে পঞ্জাব এফসি সমতা ফিরিয়ে আনে। পেনাল্টি স্পট থেকে গোল করলেন ড্যানিয়েল রামিরেজ়। East Bengal FC: সেমির লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল, বেলাইন করতে পারবে পঞ্জাব 'মেল'কে? দুরন্ত পারফরম্য়ান্স মশালবাহিনীর হাফটাইমের ঠিক আগেই ফের চালকের আসনে বসে পড়ে লাল-হলুদ ব্রিগেড। কেভিন সিবিয়ে অসাধারণ একটি হেডারে বলটা পঞ্জাবের জালে জড়িয়ে দেন। তবে ইস্টবেঙ্গলের জয়ে সিলমোহর লাগালেন দলের অধিনায়ক সল ক্রেসপো। ম্যাচের দ্বিতীয়ার্ধে মিগুয়েল ফিগুয়েরা তাঁর দিকে একটি ছোট্ট পাস বাড়িয়েছিলেন। সেটাকে নিজের নিয়ন্ত্রণে এনে কামান গোলার মতো বলটা বিপক্ষের জালে নিক্ষেপ করলেন ক্রেসপো। আর সেইসঙ্গে রবিবাসরীয় ফাইনালে ইস্টবেঙ্গলের টিকিট কনফার্ম হয়ে যায়। East Bengal FC: মাঠে হারল ইস্টবেঙ্গল, হৃদয় জিতলেন মশাল গার্লসরা ইতিপূর্বে, ২০১৮ সালে (সুপার কাপের প্রথম বছর) ইস্টবেঙ্গল এফসি রানার্স আপ হয়ে অভিযান শেষ করেছিল। ফাইনাল ম্য়াচে তারা বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে হেরে যায়। এরপর ২০২৪ সালে ওড়িশা এফসি-কে হারিয়ে তারা এই টুর্নামেন্টের খেতাব জয় করে। আগামী রবিবার কি এই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটতে চলেছে? সেটা অবশ্য সময়ই বলতে পারবে।
Cleaning Tricks: কাপড়ের দাগে নাজেহাল? এই ঘরোয়া জিনিসের সামান্য ব্যবহারেই মিলবে অবাক করা ফল!
Joe Root: ১২ বছরের অপেক্ষার অবসান, অজিভূমে প্রথম টেস্ট সেঞ্চুরি জো রুটের
Ashes 2025-2026: এ বারের অ্যাসেজ শুরুর আগে অনেকের মনে প্রশ্ন ছিল জো রুট কি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করতে পারবেন? পারথ টেস্টে রুট তা পারেননি, তবে ব্রিসবেনে তিনি এলেন, খেললেন আর জয় করলেন!
Submarine deal |‘রুশ সাবমেরিন চুক্তি’ নিয়ে দিল্লির সাফাই: ‘নতুন ডিল’নয়, পুরোনো লিজেই ভরসা!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের ঠিক আগে একটি ‘রুশ সাবমেরিন চুক্তি’র খবর জোরালোভাবে অস্বীকার করল ভারত সরকার। ব্লুমবার্গের একটি রিপোর্টে ২ বিলিয়ন ডলারের একটি “নতুন রুশ সাবমেরিন চুক্তি” চূড়ান্ত হওয়ার দাবি করা হয়েছিল, যা বৃহস্পতিবার ভারতের তরফে সরকারিভাবে ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। পিআইবি ফ্যাক্ট চেক (#PIBFactCheck) ট্যাগ করে সরকার […] The post Submarine deal | ‘রুশ সাবমেরিন চুক্তি’ নিয়ে দিল্লির সাফাই: ‘নতুন ডিল’ নয়, পুরোনো লিজেই ভরসা! appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যপালের ঘরেই গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠল। কর্ণাটকের রাজ্যপাল (Karnataka Governor) থাওয়ারচাঁদ গেহলটের নাতবউ দিব্যা গেহলট শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক, শারীরিক নির্যাতন, হেনস্তা, খুনের চেষ্টা এবং তাঁর শিশুকন্যাকে অপহরণের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িনীতে থাকেন রাজ্যপালের নাতি দেবেন্দ্র। জানা গিয়েছে, অশান্তির পর রতলামে বাপের বাড়ি চলে গিয়েছেন দিব্যা। সেখানেই […] The post Dowry Harassment | রাজ্যপালের ঘরেই গার্হস্থ্য হিংসা! পণের জন্য মার, খুনের চেষ্টার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ নাতবউ appeared first on Uttarbanga Sambad .
Putin’s India visit Live Updates: একটু পরে দিল্লিতে পৌঁছবেন পুতিন, রয়েছে ঠাসা কর্মসূচি
Putin in India: চার বছর পর ভারতে মোদী। রুশ প্রেসিডেন্টের আগমনকালে 'নস্টালজিয়ার' স্রোত নেটমাধ্যমে। ছড়িয়ে পড়ল ২৫ বছর আগে মোদী-পুতিন প্রথম আলাপের ছবি। অন্যদিকে নয়াদিল্লির নজর থাকল কূটনৈতিক ভিতকে মজবুত করার দিকে।
বিবাহ ডায়রিজ সিজন টু, সোশাল মিডিয়ার সুখ-অসুখ!
সামান্থা প্রভু এবং রাজের দ্বিতীয় বিয়ে নিয়ে চর্চা।
ঝাঁ চকচকে অফিসে বসেও কাজে অনীহা! নেপথ্যে এই কারণগুলো নয় তো?
রইল সমস্যা সমাধানের উপায়।
Khaleda Zia: লন্ডনে নিয়ে যাওয়া হবে খালেদা জিয়াকে, এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার
Khaleda Zia May Send to London: টানা ১২ দিন ধরে বাংলাদেশের সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। নিউমোনিয়া আক্রান্ত হয়ে অত্যন্ত সঙ্কটজনক পরিস্থিতি ছিল তাঁর। এমনকি, ভর্তি হওয়ার বেশ কয়েকদিন পর্যন্ত তাঁর শরীর চিকিৎসা গ্রহণ করতে পারেনি বলেই খবর।
অ্যাশেজে ৪০তম সেঞ্চুরি রুটের, লাস্যময়ীর মিষ্টি আবদারেই বাজিমাত ইংরেজ তারকার?
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ১৩৫ রানের অনবদ্য ইনিংস উপহার দিলেন ইংরেজ ব্যাটার।
‘পরশুরামে’র ঘাড়ে নিশ্বাস ফেলছে ‘বিদ্যা ব্যানার্জি’, চলতি সপ্তাহে কে পেল কত নম্বর?
কেমন হল এই সপ্তাহের টিআরপি তালিকা? দেখে নিন।
ঝকঝকে ফুটবল, পাঞ্জাবকে হেলায় হারিয়ে সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল
ঝকঝকে ফুটবলের পরও ইস্টবেঙ্গলের জন্য চিন্তার কারণ কোচ অস্কার ব্রুজোর লালকার্ড।
Humayun on Mamata: ‘বিজেপির মুখ্যমন্ত্রী চাই’, হুমায়ুনের ‘ঘোষণায়’ মমতার ভবিষ্যদ্বাণী মিলে গেল?
Humayun Kabir: ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করতে চলেছেন হুমায়ুন। আর সিদ্ধান্তে কোনও ভুল নেই বলেই মনে করেছেন তিনি। এরইমধ্যে আবার তাঁর মন্তব্যে আইন-শৃঙ্খলার অবনতি হলে তাঁকে প্রিভেনটিভ অ্যারেস্টের কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ময়নায় বিজেপি নেতা খুনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার তৃণমূল কর্মী
গত ২০২৩ সালের ১ মে সন্ধ্যায় বুথ সভাপতি বিজয়কে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন স্ত্রী লক্ষ্মী ভুঁইয়া। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে খোঁজাখুঁজি শুরু করে পুলিশ। পরে বাড়ির অদূরে পুকুরপাড় থেকে বিজয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
বঞ্চিত বাংলা! সংসদে অভিষেকের প্রশ্নে প্রকাশ্যে এল কেন্দ্রের ‘বৈমাতৃসুলভ’পদক্ষেপ
কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে স্পষ্ট, বরাদ্দ অর্থ সবচেয়ে বেশি পেয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি।
চ্যাংরাবান্ধা: চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান বদল ঘিরে উত্তেজনা। বহস্পতিবার এনিয়ে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে চ্যাংরাবান্ধা (Changrabandha) ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিটির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে চেয়ারম্যানের পদ থেকে অমরজিৎ রায়কে অপসারণ করে দু’জনকে যুগ্ম চেয়ারম্যান নিযুক্ত করেন। তাঁরা হলেন মজিদ ইসলাম ও চিত্তগোপাল মণ্ডল। এর কারণ হিসেবে তাঁরা […] The post Changrabandha | চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান বদল ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ appeared first on Uttarbanga Sambad .
IndiGo |ইন্ডিগো বিপর্যয়: নতুন নিয়মের ধাক্কায় বাতিল ৩০০-রও বেশি ফ্লাইট!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo) গত দু’দিন ধরে চরম বিশৃঙ্খলায় জর্জরিত। ক্রু রোস্টারিং সংক্রান্ত নতুন কড়া নিয়মাবলী মেনে চলতে গিয়ে বৃহস্পতিবার একদিনেই বাতিল হয়েছে ৩০০-রও বেশি ফ্লাইট। পরিস্থিতি এতটাই খারাপ যে, বুধবার ইন্ডিগোর অন-টাইম পারফরম্যান্স (OTP) এক ধাক্কায় মাত্র ১৯.৭ শতাংশে নেমে এসেছে, যা আগের দিনের ৩৫ শতাংশ থেকেও কম। […] The post IndiGo | ইন্ডিগো বিপর্যয়: নতুন নিয়মের ধাক্কায় বাতিল ৩০০-রও বেশি ফ্লাইট! appeared first on Uttarbanga Sambad .
Oversleep Problem: মানুষের শরীর সাধারণত রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমের পর স্বাভাবিকভাবে সতেজতা অনুভব করে। কিন্তু দেখা যাচ্ছে, অনেকে আট-নয় ঘণ্টার ঘুমের পরেও অদ্ভুত ক্লান্তি, মাথা ভার হওয়া, ঘুম ঘুম ভাব বা দিনের বেলায় ঝিমুনি অনুভব করছেন। এই অবস্থাকে অনেকেই অবহেলা করেন বলে মনে হয়, এটা সাময়িক ব্যাপার। কিন্তু শরীর যখন বারবার ৯–১০ ঘণ্টা বা তারও বেশি ঘুম চাইতে শুরু করে, তখন বুঝতে হবে ভেতরে কিছু না কিছু গড়বড় হয়েছে। এই অতিরিক্ত ঘুমের প্রবণতার পিছনে আছে নানা শারীরিক, মানসিক, জীবনধারা সম্পর্কিত কারণ। অনেক ক্ষেত্রেই ঘুমের মান এমনভাবে নষ্ট হয় যে, শরীর তার ঘাটতি পূরণ করতে বাধ্য হয়। আর, সেজন্যই বাড়তি ঘুম চায়। রাতে ঠিকমতো ঘুম না হলে সকালে দীর্ঘক্ষণ ঘুমালেও বিশ্রামের অনুভূতি আসে না। স্ক্রিন দেখার অভ্যাস, অনিদ্রা, রাতের ঘুমে ঘন ঘন বাধা—সবই শরীরকে অতিরিক্ত ঘুমের দিকে ঠেলে দেয়। ফলে ব্যক্তি যতই বেশি সময় ঘুমাক না কেন, ক্লান্তি থেকেই যায়। কারণ, মস্তিষ্ক গভীর ঘুমের পর্যায়ে পৌঁছতে পারে না। আরও পড়ুন- বয়স ৪০, ক্লান্ত লাগে? নিন এই জিনিস নিজেই বুঝবেন, বদলে গেছে হালচাল! অতিরিক্ত ঘুমের অন্যতম কারণ হল ব্লাড সুগারের ওঠানামা। যখন রক্তে গ্লুকোজের মাত্রা বারবার হঠাৎ বেড়ে যায় বা কমে যায়, তখন শরীরের শক্তির ভারসাম্য নষ্ট হয়। এতে সকালবেলা মাথা ভার লাগে, চোখ খুলতে কষ্ট হয় এবং দিনের শুরুতেই অলসতা গ্রাস করে। এই পরিবর্তন শরীরকে ঘন ঘন পুনরুদ্ধার মোডে পাঠায়, ফলে স্বাভাবিকের তুলনায় বেশি ঘুমের দরকার পড়ে। আরও পড়ুন- রোগা হতে চান? ফলো করুন অভিনেত্রী অদিতি রাও হায়দারির এই রুটিন, দিনে মাত্র ৩ বার এছাড়া ডিপ্রেশন বা দীর্ঘদিনের মনমরা ভাবও বেশি ঘুমের জন্য দায়ী। মানসিক চাপ, আবেগজনিত ক্লান্তি বা অনুপ্রেরণার অভাব মস্তিষ্কের স্লিপ-ওয়েক চক্রকে বদলে দেয়। ডিপ্রেশনে আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই বলেন, 'ঘুমালেও আরাম পাওয়া যায় না। আবার জেগে থাকার মত শক্তিও নেই। ফলে শরীর নিজেকে রক্ষা করতে ধীরগতিতে চলে এবং অতিরিক্ত ঘুমের মাধ্যমে শক্তি ধরে রাখার চেষ্টা করে।' আরও পড়ুন- এই ছ’টি খাবার আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকারক আজকের ব্যস্ত জীবনধারায় দীর্ঘদিনের চাপ, নিরন্তর দায়িত্ব পালন, কাজের তাড়া বা মানসিক বার্নআউট শরীরকে অবসন্ন করে দেয়। এই ক্লান্তি শুধুমাত্র শরীরে নয়, স্নায়ুতন্ত্রেও প্রভাব ফেলে। ফলে মনে হয় কিছুই করতে ইচ্ছা করছে না এবং শরীর যেন আরও দশ-পনেরো মিনিট নয়, বরং কয়েক ঘণ্টা বাড়তি ঘুম চায়। বার্নআউটের কারণে ঘুম–ঘুম ভাব দিনভর লেগেই থাকে, যা ধীরে ধীরে অতিরিক্ত ঘুমের অভ্যাসে পরিণত হয়। আরও পড়ুন- কীভাবে সহজে আপনার শরীর পেতে পারে ভিটামিন বি১২, জানুন চিকিৎসকদের মত একইসঙ্গে হরমোনের অসামঞ্জস্যও ঘুমের পরিমাণ বাড়াতে পারে। বিশেষ করে থাইরয়েড হরমোন কমে গেলে শরীরের বিপাক হার কমে যায়, শক্তি উৎপাদন দুর্বল হয় এবং মস্তিষ্ক ধীরগতির হয়ে পড়ে। যাঁরা হাইপোথাইরয়েডিজমে ভোগেন, তাঁদের সাধারণত দীর্ঘ ঘুমেও ক্লান্তি কাটে না। শরীর যেন সর্বক্ষণ বিশ্রাম চায়। একইসঙ্গে ওজন বৃদ্ধি, পেশিগত দুর্বলতা এবং মন্থর চলাফেরাও সমস্যা তৈরি করতে পারে। ভিটামিনের ঘাটতিও শরীরের অতিরিক্ত ঘুমের অন্যতম বড় কারণ। ভিটামিন বি-১২, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম বা লোহা (Iron) কমে গেলে কোষে শক্তি উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। তখন যে কোনও কাজেই দ্রুত ক্লান্তি চলে আসে। শরীর বুঝতে পারে সে পর্যাপ্ত শক্তি তৈরি করতে পারছে না এবং সে ঘুমকে ব্যবহার করে নিজেকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে। ফলে বারবার বেশি সময় ঘুমানোর প্রবণতা বাড়ে। এই অতিরিক্ত ঘুমের অভ্যাসকে চিকিৎসাবিজ্ঞানে কখনই অবহেলা করা যায় না, কারণ এটি শরীরের একটি সতর্কবার্তা। যদি ধারাবাহিকভাবে ১০ ঘণ্টার বেশি ঘুমের প্রয়োজন হয়, তবে বিশেষজ্ঞরা সাধারণত খাবারের অভ্যাস, মানসিক স্বাস্থ্যের অবস্থা, হরমোন, ভিটামিন লেভেল ও ঘুমের প্যাটার্ন পরীক্ষা করার পরামর্শ দেন। কারণ শারীরিক শক্তি, স্নায়বিক নিয়ন্ত্রণ এবং হরমোনের স্বাভাবিক ছন্দ বজায় রাখার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ঘুম মানেই স্বাস্থ্য ভালো, এই ধারণা কিন্তু ঠিক নয়। বরং বেশি ঘুম শরীরের ভেতরের কোনও সমস্যাকেই ইঙ্গিত করে। কারণ জানা জরুরি তাই যদি দেখেন আপনি ব্যাকটেরিয়া, ভাইরাসে আক্রান্ত না হয়েও, স্ক্রিনের পিছনে অতিরিক্ত সময় ব্যয় না করেও বা শারীরিক ক্লান্তি ছাড়াই নিয়মিত বেশি ঘুমাচ্ছেন, তাহলে কারণটি খুঁজে বের করা জরুরি। জীবনযাপনে কিছু ছোট পরিবর্তন যেমন: নিয়মিত ঘুমের রুটিন, স্ক্রিন টাইম কমানো, পুষ্টিকর খাবার গ্রহণ, পর্যাপ্ত জলপান এবং মানসিক চাপ কমানোর অভ্যাস অনেক ক্ষেত্রে ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
Weight loss Medications: সাবধান হন, চটজলদি ওজন কমানোর ওষুধ খাচ্ছেন? ফ্যাটের সঙ্গে গলছে পেশিও!
দ্রুত ফল পেতে আজকাল সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের দেখে অনেকেই ডাক্তারের পরামর্শ ছাড়াই 'ওজন কমানোর ওষুধ' বা 'ওয়েট লস মেডিসিন'-এর দিকে ঝুঁকছেন। অনেক বিশেষজ্ঞই বারবার সতর্ক করছেন এই বিষয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
গভীররাতে ঘরেই একাধিকবার ধারালো অস্ত্রের কোপ! মুচিপাড়ায় ‘খুন’যুবক, আটক স্ত্রী
ঘটনায় মৃতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
Mamata Banerjee: ‘মুর্শিদাবাদে অশান্তি তৈরির চেষ্টা’, হুমায়ুনের সাসপেন্ডের দিনই বললেন মমতা
উল্লেখ্য়, এ দিন একই কথা বলেছেন ববিও। তিনি বলেন, প্রত্যেকবার ভোটের আগে কোনও না কোনও গদ্দারকে নিয়ে গিয়ে কার্ডটা খেলে। এবার হুমায়ুন ভাইকে ধরেছে।মমতা এ দিন এও বলেছেন, গত কয়েকদিন কিছু দুষ্কৃতী গুজব ছড়াচ্ছে, কাটেক্টরে খাতিয়ান নম্বর ১ এ ধর্মীয় স্থানগুলো মসজিদ কবরস্থান নথিভুক্ত করা হয়েছে। এটা মিথ্যা কথা। সব ধর্মে গদ্দার থাকে। কিছু কুলাঙ্গার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যা প্রচার করে।

13 C