উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অর্জুন পুরস্কার প্রাপ্ত বাংলার প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীকে কি ফের দেখা যাবে রাজনীতির আঙ্গিনায়? বাংলার রাজনীতিতে এখন জোর চর্চা চলছে বুলাকে নিয়ে। সেই জল্পনাকে উসকে দিল বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বুলা চৌধুরীর সাক্ষাত। বুধবার কসবায় প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন সুকান্ত। তবে কি প্রাক্তন সিপিএম […] The post Bula Chowdhury | সাঁতারু বুলার সঙ্গে সাক্ষাত সুকান্তর, তবে কি প্রাক্তন সিপিএম বিধায়ক এবার যোগ দেবেন বিজেপিতে? জল্পনা appeared first on Uttarbanga Sambad .
৬ সিপিএম কর্মী খুনে ৩২ বছর পর সাজা ঘোষণা, ৪৫ জনকে যাবজ্জীবন ঝাড়গ্রামে
সাজাপ্রাপ্তদের বয়স ৫৫ থেকে ৬০ বছরের বেশি।
Vitamin E |চোখের জন্য জরুরি ভিটামিন ই! কোন খাবারে মিলবে এই উপাদান?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুধু ত্বক নয়, চোখ ভালো রাখতেও জরুরি ভিটামিন ই (Vitamin E)। বয়স বাড়লে চোখে যে সমস্ত সমস্যা দেখা দেয়, তা কমাতে সাহায্য করে এটি। বেশ কিছু খাবারেই পাওয়া যায় ভিটামিন ই। তাই চোখ ভালো রাখতে কোন খাবারগুলি খেতে পারেন, তা জেনে নিন। সূর্যমুখীর বীজ সূর্যমুখীর বীজে পাওয়া যায় ভিটামিন ই। প্রতি […] The post Vitamin E | চোখের জন্য জরুরি ভিটামিন ই! কোন খাবারে মিলবে এই উপাদান? appeared first on Uttarbanga Sambad .
যোগীর স্বপ্নের প্রকল্প, সাহারা সিটির জমিতেই নয়া বিধানসভা গড়ছে উত্তরপ্রদেশ
গোমতী নগর এক্সটেনশনের ২৪৫ একর জমি চূড়ান্ত বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে।
বুধবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঋত্বিক ঘটক স্মরণে 'ছাত্র' আদুর গোপালকৃষ্ণণ।
দিল্লি বিস্ফোরণ ‘জঙ্গি হামলা’, ঘোষণা কেন্দ্রের, ফের শুরু হবে অপারেশন সিঁদুর?
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে দিল্লি বিস্ফোরণকে 'জঙ্গি হামলা' ঘোষণা করা হয়।
শুনানি শেষ হলেও স্থগিত রায়দান, হাই কোর্টে ঝুলে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের ভাগ্য
এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের পর প্রাথমিকের ৩২ হাজার কর্মরত শিক্ষকও উদ্বিগ্ন।
বিবাহবাসরে নবদম্পতিকে দেখা দিলেন স্বয়ং ঈশ্বর! দিলেন আশীর্বাদ, ভিডিও দেখে শোরগোল
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি বিয়ের অনুষ্ঠানে।
Delhi Blast |খোঁজ মিলল দিল্লি বিস্ফোরণে জড়িত উমরের দ্বিতীয় গাড়ির! কোথায় পাওয়া গেল?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লিতে বিস্ফোরণের (Delhi Blast) পর থেকেই খোঁজ মিলছিল না মূল সন্দেহভাজন উমর উন নবি ওরফে উমর মহম্মদের (Umar Un Nabi) দ্বিতীয় গাড়ির। এরপরই লাল রংয়ের ফোর্ড ইকোস্পোর্টটির (Ford EcoSport) খোঁজে দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশজুড়ে ব্যাপক তল্লাশি অভিযানে নেমেছিল পুলিশ। অবশেষে কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ মিলল গাড়িটির। তদন্তকারীদের সূত্রে খবর, হরিয়ানার খান্ডাওয়ালি […] The post Delhi Blast | খোঁজ মিলল দিল্লি বিস্ফোরণে জড়িত উমরের দ্বিতীয় গাড়ির! কোথায় পাওয়া গেল? appeared first on Uttarbanga Sambad .
কমিশনের উপর চাপ বাড়াতে বৈঠকে শাহ-শুভেন্দু! নজর রাখছে তৃণমূল
তৃণমূলের ভোট কৌশলকে অনুকরণ করতে বেশ কয়েকটি বেসরকারি সংস্থাকে ময়দানে নামাচ্ছে বিজেপি।
Dinatarini Kali Temple: উত্তর কলকাতার ব্যস্ত জীবনের মাঝখানে, শ্যামবাজারের শ্যামপুকুর থানার কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এক অসাধারণ তীর্থস্থান— শ্রীশ্রী দীনতারিণী কালী মন্দির। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে তন্ত্রসাধক গিরীশ ব্রহ্মচারী, মেদিনীপুরের ঘাটাল অঞ্চল থেকে দেবী দীনতারিণীর মৃন্ময়ী বিগ্রহ নিয়ে এসে এই স্থানে প্রতিষ্ঠা করেছিলেন। গিরীশ ব্রহ্মচারী প্রতিষ্ঠিত এই মন্দির তখনকার শ্যামবাজার অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ, চারিদিক নির্জন। এই নির্জনতার মধ্যেই ব্রহ্মচারী তাঁর তান্ত্রিক সাধনা শুরু করেন। ধীরে ধীরে তাঁর সাধনার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং স্থানটি এক পবিত্র মন্দিরে পরিণত হয়। মন্দিরটি দালানরীতি ছোট্ট কিন্তু আধ্যাত্মিক আবহে ভরা। লাল রঙের এই মন্দিরের সামনে রয়েছে হাড়িকাঠ— যা পুরোনো কালীমন্দিরগুলিতে দেবীর শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আরও পড়ুন- শীতকালে ঘরেই বানান তিল ও গুড়ের চিক্কি, দেখে নিন খাস্তা ও পুষ্টিকর মিষ্টির সহজ রেসিপি গর্ভগৃহে বিরাজমান দেবী দীনতারিণী কালী। তিনি শায়িত শবশিবের ওপর দাঁড়ানো। মৃন্ময়ী বিগ্রহে পরম ঐশ্বর্য ও মহিমা ফুটে ওঠে। দেবীর চোখ গোল ও তীক্ষ্ণ, যেন ভক্তের অন্তরে প্রবেশ করছে। প্রতিদিন শতাধিক ভক্ত সকাল-সন্ধ্যা দেবী দর্শনে এখানে আসেন। মন্দিরে অমাবস্যা, কালীপুজো ও শনি তিথিতে বিশেষভাবে পুজো হয়। আরও পড়ুন- শীতকালে রোগ দূরে রাখতে প্রতিদিন খান আমলকির এই সহজ পদ বাংলা ১৩৮৭ সালে এক রাতের ঘটনায় এই মন্দিরে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। কিছু দুষ্কৃতী দেবীর গয়না চুরি করে পালিয়ে যায়। পরদিন সকালে মন্দিরে হাহাকার শুরু হয়, কিন্তু কয়েক দিনের মধ্যেই অলৌকিকভাবে সমস্ত গয়না মন্দিরেই ফিরে আসে। স্থানীয়দের বিশ্বাস, দেবী নিজেই তাঁর গয়না ফিরিয়ে এনেছিলেন। এই ঘটনাই দীনতারিণী কালীকে ‘অলৌকিক দেবী’ রূপে প্রতিষ্ঠা দেয়। আরও পড়ুন- টুনা স্যান্ডউইচে মেয়োনিজ মিশিয়ে খাচ্ছেন, জানেন কী হতে পারে? বরং এগুলো মিশিয়ে খান মন্দিরে শুধুমাত্র দেবী দীনতারিণীই নন, উপস্থিত রয়েছেন ভৈরব, শিব, নারায়ণ, শীতলা, মনসা প্রভৃতি দেবদেবীগণও। প্রতিটি বিগ্রহের নিজস্ব পুজো ও আরাধনা চলে নিয়মিত। উৎসবের সময় মন্দির চত্বর আলো ও ফুলে সেজে ওঠে। স্থানীয়দের বিশ্বাস, দেবী দীনতারিণীর কাছে যে মনোবাসনা নিয়ে আসে, সে ব্যর্থ হয় না। বিশেষ করে যাঁরা জীবনের সংকট থেকে মুক্তি বা সুরক্ষা প্রার্থনা করেন, তাঁদের জন্য এই মন্দির এক আশ্রয়স্থল। দেবীর অলৌকিক শক্তি এবং তান্ত্রিক ঐতিহ্য আজও অনেক সাধক এবং গৃহস্থ ভক্তের মনে ভক্তি আর বিস্ময় জাগিয়ে রাখে।
Delhi Red Fort Blast:কোথায় কবে কখন হামলার ছক ছিল? দিল্লির বিস্ফোরণের তদন্তে নেমে চোখ কপালে NIA-এর
Delhi Red Fort Blast: দিল্লির লালকেল্লা বিস্ফোরণ মামলার তদন্তে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সামনে আসছে। তদন্তকারীরা বলছেন, বিস্ফোরণটি পরিকল্পিত বড় ধাঁচের সিরিয়াল কিলিংয়ের অংশ ছিল। ২৬ জানুয়ারি লাল কেল্লা এবং উৎসব আবহে শহরের প্রধান বাজার এলাকায় একের পর এক বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছিল। তবে অপর্যাপ্ত প্রস্তুতি ও পুলিশি অভিযান বাড়ার কারণে সেই টার্গেট বাতিল করা হয়। তদন্তের কেন্দ্রে রয়েছে বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়িটি হরিয়ানার নম্বর HR 26 CE 7674 i20 গাড়ির বিভিন্ন অংশ রাতভর সংগ্রহ করে রোহিনী ফরেনসিক সায়েন্স ল্যাবে পাঠানো হয়েছে। সেখানে FSL, CBI ও NIA-র ফরেনসিক দলগুলো নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করছেন। তদন্তকারীরা যত দ্রুত সম্ভব বোমায় ব্যবহৃত বিস্ফোরকের ধরণ নির্ধারণের চেষ্টা চালাচ্ছেন। তবে বিস্ফোরণের তীব্রতার কারণে ঘটনার স্থান ও যানবাহনে আগুন ধরে যাওয়ায় বহু তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে—এই কারণেই এখনো বোমায় ব্যবহৃত নির্দিষ্ট রাসায়নিক চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থল সিল করে রাখা হয়েছে এবং আশপাশের স্থান থেকে প্রায় ২০০টিরও বেশি নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে; ফলাফল পেতে কিছুদিন সময় লাগবে। তদন্তে এখন পর্যন্ত উঠে মারাত্মক তথ্য ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের যোগসূত্রও সামনে আসছে। সূত্র বলছে,পাক হ্যান্ডলাররা পাকিস্তান থেকে নির্দেশ দিচ্ছিলেন এবং মডিউলটি দিল্লি–সংলগ্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পরিকল্পনা করেছিল। আরও পড়ুন- SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন? দিল্লির পর এবার বাংলায় উদ্ধার বিপূল পরিমাণ বিস্ফোরক, চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড় 'নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, তৃণমূলের সাপরা বেরিয়ে এসেছে', SIR ইস্যুতে তুলোধনা শুভেন্দুর চিকিৎসার আড়ালে ভারতে জৈশ-এর মহিলা শাখার নেতৃত্বে শাহিন? বোনের গ্রেফতারিতে দাদা কী বলছেন জানেন? “খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায় কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডাক্তার নিসার উল হাসান। একসময় শ্রীনগরের এএমএইচএস হাসপাতালের সহকারী অধ্যাপক। কিন্তু ২০২৩ সালে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে বরখাস্ত করে জম্মু কাশ্মীর সরকার। সেই চিকিৎসকই সম্প্রতি আল ফালাহ (Al Falah University) বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ১০ নভেম্বর দিল্লিতে বিস্ফোরণের (Delhi Blast) পর থেকে নিখোঁজ সেই নিসার উল হাসান। হন্যে হয়ে তাঁকে খুঁজে […] The post Delhi Blast | সন্ত্রাসযোগে বহিস্কৃত হন শ্রীনগরের হাসপাতাল থেকে! আল ফালাহ বিশ্ব বিদ্যালয়ের সেই চিকিৎসকই হঠাৎ নিখোঁজ appeared first on Uttarbanga Sambad .
সিপিএম নেত্রীর বাড়ি থেকেই এনুমারেশন ফর্ম বিলি বিএলওর! শোরগোল খড়দহে
আগেও বিএলও'দের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
স্বরলিপিকে প্রযোজকদের সঙ্গে রাত কাটানোর অনুরোধ, রাজি হলেই সিনেমায় চান্স পাকা
একসময় টলিপাড়ায় ব্য়স্ত অভিনেত্রী হয়ে উঠেছিলেন। কিন্তু হঠাৎই তাঁর জীবনে ছন্দপতন। সুখগানের স্বরলিপী হঠাৎই বদলে গেল, লড়াইয়ের গানে। ব্য়ক্তিগত জীবনে ঝড় সঙ্গে অভিনয় জীবন থেকে সরে এসে, দক্ষিণ কলকাতায় এক ক্যাফের মালিক। মেয়ে পুটুলিকে নিয়ে এখন দুজনের সংসার।
SIR in Bengal: সুপ্রিম কোর্টের এজলাসে SIR মামলা শোনেন তিনি, এবার ফর্ম গেল বিচারপতি বাগচীর বাড়িতেই
SIR in Bengal: সম্প্রতি তৃণমূলের করা মামলায় বিচারপতি কান্ত ও বিচারপতি বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কমিশনকে তাদের কাজ করতে দিতে হবে। সুপ্রিম কোর্টে এসআইআর-এর সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছিল তৃণমূল। উল্লেখ্য, বিহারে এসআইআর চলাকালীন যখন মামলা হয়, তখন বিচারপতি জয়মাল্য বাগচীই বারবার আধার কার্ডকে নথি হিসেবে গণ্য পক্ষে বক্তব্য রেখেছিলেন।
দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার রাজগঞ্জের বিডিও ‘ঘনিষ্ঠ’, ধৃত বেড়ে ৩
পুলিশ সূত্রে খবর, স্বর্ণ ব্যবসায়ীকে খুনের সময় ঘটনাস্থলে ছিলেন ধৃত।
দিল্লির ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় উঠে এল বঙ্গযোগ! রাজ্যে এবার NIA-এর বিশেষ দল
দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় এবার উঠে এল বঙ্গ যোগ। মুর্শিদাবাদের একাধিক জায়গায় এনআইএ অভিযান। বিস্ফোরণ কাণ্ডে জঙ্গি সংগঠনের কাছে পাওয়া ফোন নম্বরের সূত্র ধরে এই অভিযান। আরও পড়ুন- Weekend Getaway: কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট! জানা গিয়েছে বুধবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিম গ্রামে মইনুল হাসানের বাড়িতে আসেন এনআইএ তদন্তকারী দল এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয় সূত্রে খবর, মইনুল কখনও দিল্লি অথবা কখনও মুম্বই-এ পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেই সময়ে কিছু জঙ্গি সংগঠনের সদস্যদের সাথে যোগাযোগ হয়েছিল। বর্তমানে দিল্লিতে বিস্ফোরণের পর এই মইনুল হাসানের ফোন নম্বর হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সেই ঘটনার সূত্র ধরেই মইনুল হাসানের বাড়িতে তল্লাশিতে এনআইএ আধিকারিকরা। পাশাপাশি এদিনমুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত তদন্তকারী আধিকারিকরা ঘুরে দেখেন। উত্তরবঙ্গের একাধিক স্থানেও অভিযান চালানো হয়। এদিকে দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নয়া মোড়। এবার বিপূল পরিমাণ বিস্ফোরক উদ্ধার খোদ বাংলায়। বীরভূমের সুলতানপুরের নলহাটি মোড়ে একটি পিকআপ ভ্যান থেকে প্রায় ২০,০০০ জেলেটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ। এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। আরও পড়ুন- Partha Chatterjee: “খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায় পুলিশ সূত্রে জানা গেছে, একটি নির্দিষ্ট সূত্র ধরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই পিকআপ ভ্যানটি আটক করা হয়। তল্লাশিতে প্রচুর জেলেটিন স্টিক উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই বিস্ফোরকগুলি সীমান্তবর্তী জেলা হয়ে অন্যত্র পাচার করার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা কার নির্দেশে এত বিপুল পরিমাণ বিস্ফোরক সংগ্রহ করেছিল এবং এর গন্তব্য কোথায় ছিল, তা জানার চেষ্টা চলছে। রাজ্য গোয়েন্দা বিভাগও তদন্তে নেমেছে। আরও পড়ুন- Suvendu Adhikari: 'নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, তৃণমূলের সাপরা বেরিয়ে এসেছে', SIR ইস্যুতে তুলোধনা শুভেন্দুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সন্ধ্যায় দিল্লির এলএনজিপি হাসপাতালে গিয়ে আহতদের সাথে দেখা করেন এবং চিকিৎসকদের কাছ থেকে আহতদের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। তিনি বলেন, “এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে, তাদের কেউই রেহাই পাবে না। সকলকে বিচারের মুখোমুখি হতে হবে।” অন্যদিকে, দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণের তদন্তে নামল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। সূত্রের খবর, এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে জইশ-ই-মহম্মদের একটি মডিউল। এনআইএ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। বিস্ফোরণের পেছনে থাকা সন্ত্রাসী মডিউল তাদের গ্রেপ্তারের জন্য জোরদার অভিযান শুরু হয়েছে। আরও পড়ুন- SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন?
অশান্তির পর বাপেরবাড়িতে তরুণী, স্ত্রী-সন্তানদের ফেরাতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় স্বামী!
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ধারাবাহিকতাই লক্ষ্য, দলের মূল স্তম্ভদের ধরে রাখতে চায় মুম্বই, ছাঁটাই তালিকায় কারা?
এবারের নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের মূল টার্গেট কারা?
শ্রীলঙ্কায় যাওয়া শান্তিসেনার অংশ, ৩ দশক দেশসেবার পরও এনুমারেশন ফর্ম পাননি প্রাক্তন সেনাকর্মী!
নাম বাদ গেল কেন প্রশ্ন পরিবারের।
দিল্লিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্নে বাতিল শাহিদের ছবির শুট
আগামী ১২ নভেম্বর থেকে দিল্লিতে সাত দিনের একটি শুটিং শিডিউল নির্ধারিত ছিল। শাহিদ, কৃতি এবং রশ্মিকার ওই দিনই দিল্লিতে পৌঁছানোর কথা ছিল। তবে নিরাপত্তাজনিত আশঙ্কার কথা বিবেচনা করে পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, শুটিং বাতিল নয়, বরং ডিসেম্বরে পুনরায় নতুন শিডিউল তৈরির চেষ্টা চলছে।
Drinking Water: জল পান করার পর শরীর হাইড্রেট হতে কতক্ষণ সময় লাগে? বিশেষজ্ঞ বলছেন…
শরীরের সঠিক কার্যকারিতার জন্য, প্রতিটি ব্যক্তিকে প্রতিদিন সঠিক পরিমাণে জল পান করতে হবে। ডিহাইড্রেশন যে কারও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে জল পান করার পরে আপনার শরীর হাইড্রেটেড হতে কতক্ষণ সময় নেয়?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার ইডেনে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। ম্যাচের দুদিন আগেই ঘোষিত ১৫ জনের দল থেকে একজন ক্রিকেটারকে ছেড়ে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শুধু স্কোয়াড থেকে বাদ দেওয়াই নয়, তাঁকে কলকাতা ছাড়ার নির্দেশে দিয়েছে বিসিসিআই। সেই ক্রিকেটারকে ছেড়ে দেওয়ায় ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দলে থাকবেন ১৪ জন। তবে […] The post Ind-SA 1st Test Match | ইডেন টেস্টে ঘোষিত দল থেকে বাদ! কলকাতা ছাড়ার নির্দেশ ভারতীয় বোর্ডের, কে এই অলরাউন্ডার? appeared first on Uttarbanga Sambad .
বিষ খাইয়ে গণহত্যার ছক জেহাদি ডাক্তারের, বাংলার পরিচিত রেড়ির বীজেই লুকিয়ে ঘাতক!
রাইসিন ব্যবহার করে রাসায়নিক অস্ত্র তৈরির ছক কষছে জঙ্গিরা!
Delhi Blast: ২৬ জানুয়ারি আরও বড় কিছু হত! চাঞ্চল্যকর বয়ান মুজাম্মিলের
Delhi Blast: গোয়েন্দা সূত্রে খবর,আগামী ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার কাছে বিস্ফোরণের প্ল্যান ছিল উমর-মুজাম্মিল-শাহিনদের। জেরায় স্বীকার করেছে মুজাম্মিল, খবর তদন্তকারীদের সূত্রে। জানা গিয়েছে, মুজাম্মিল ও উমর মিলে একাধিকবার লালকেল্লা চত্বরে রেইকি করেছে।
গুজরাটে ওযুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু অন্তত ২ শ্রমিকের
বিস্ফোরণের পরই সেখানে আগুন লেগে যায়।
রাতে বাড়িতে ঢুকত ডঃ মুজাম্মিল, সঙ্গে কারা আসত?
Delhi Terror Link: আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, এই বাড়িতে মুজাম্মিল শুধুমাত্র নিজের মালপত্র রাখার জন্য ব্যবহার করত এবং রাতে কিছুক্ষণের জন্য আসতো। সেই সময় বেশ কয়েকজন গাড়ি নিয়ে আসতো। বেশিরভাগ সময় মুজাম্মিল নিজের শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলেই থাকত বলে জানিয়েছেন আশপাশের বাসিন্দারা।
partha chatterjee: “আমার বিশ্বস্ততাই আজ আমার সর্বনাশের কারণ”। জেল থেকে বেরিয়েই 'বোমা' ফাটালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি তিনি এদিন নাম না করে দলেরই একাংশের নেতাকে নিশানা করে বলেন, 'যার বউ আছে তার দুটো বান্ধবী থাকতে পারে, আর আমার তো বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারে না'। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, দিদিমণি খবর রাখেন না, তা নয়! সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের ক'টা বদল হল, আর ক'টা থাকল, তিনি খবর রাখেন না? সব রাখেন।” জেল থেকে মুক্তি পাওয়ার একদিন পরেই মুখ খুললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা একসময়ের দাপুটে তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিন বছরেরও বেশি সময় জেল খাটার পর মুক্তি পেয়েই তিনি বলেন, “আমার ভাগ্যের জন্য দায়ী আমার বিশ্বস্ততা।” বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থবাবু এই মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পরই পার্থ চট্টোপাধ্যায় ‘দুয়ারে বিধায়ক’ নামে একটি উদ্যোগ শুরু করেছেন, যার মাধ্যমে তিনি নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবেন। তিনি একটি খোলা চিঠিতে লিখেছেন, “আমি কার কাছ থেকে চাকরির বিনিময়ে টাকা নিয়েছি? যদি কেউ আমার নামে টাকা নিয়ে থাকে, প্রমাণসহ আমাকে জানান’,আমি ব্যবস্থা নেব।” পার্থবাবু আরও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি “ভিত্তিহীন” এবং “রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত”। তিনি বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কেউ আমার সততা নিয়ে প্রশ্ন তোলেনি। যারা আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে, তারা সামাজিক অপরাধ করেছে।” অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই পার্থবাবু বলেন, “অনেকের স্ত্রী থাকতেও দুটো বান্ধবী রয়েছে, আমার তো স্ত্রী নেই, যদি একজন বান্ধবী থাকে তাতে দোষ কোথায়?” — এই মন্তব্যে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। ২০২২ সালে গ্রেফতারের পর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, কোন নিয়মে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। যদিও তিনি স্পষ্ট করে বলেছেন, “আমি এখনও দিদির নেতৃত্বেই বিশ্বাসী, কিন্তু কিছু প্রশ্নের উত্তর চাই।” আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তৃণমূলের টিকিটে ফের ভোটে লড়তে পারবেন পার্থ চট্টোপাধ্যায়? এটা এখন লাখ টাকার প্রশ্ন। এর মাঝেউ নিজের কেন্দ্রের জনগণের উদ্দেশে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বেহালা পশ্চিমের মানুষ আমাকে পাঁচবার জিতিয়েছেন। তাঁদের কাছেই আমি ফিরে, তাঁদের কাছেই আমি ন্যায় চাইব।” একই সঙ্গে বিপুল পরিমাণ নগদ উদ্ধারকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, আমার বাড়ি থেকে তো টাকা পাওয়া যায়নি। যার বাড়ি থেকে পাওয়া গিয়েছিল সে বলবে। দীর্ঘ সাড়ে তিন বছরের কারাবাসের পর মুক্তি পেয়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চিঠি লিখলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লেখা ওই চিঠিতে তিনি নিজের দল থেকে সাময়িক বরখাস্ত হওয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। চিঠির একটি কপি তিনি পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও। প্রায় তিন বছর তিন মাস ধরে তিনি ছিলেন বিচারবিভাগীয় হেফাজতে। মুক্তির পরেই তাঁর একের পর এক বিস্ফোরক মন্তব্যে নড়েচড়ে বসেছে রাজ্যের রাজনৈতিক মহল। এখন দেখার, দলীয় নেতৃত্ব তাঁর চিঠির জবাব দেয় কি না। এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধার কী আছে? আপনারা যদি শোভন–বৈশাখীকে দেখাতে পারেন!” প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পার্থবাবু সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি অসৎ নই, আমি নির্দোষ। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচারালয়েই বিচার পাব, সত্যের জয় একদিন হবেই।” আরও পড়ুন - পাকিস্তানের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস, জৈব অস্ত্রে ভারতে গণহত্যার ছক? বিরাট সতর্ক কেন্দ্র 'নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, তৃণমূলের সাপরা বেরিয়ে এসেছে', SIR ইস্যুতে তুলোধনা শুভেন্দুর চিকিৎসার আড়ালে ভারতে জৈশ-এর মহিলা শাখার নেতৃত্বে শাহিন? বোনের গ্রেফতারিতে দাদা কী বলছেন জানেন? “খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায় কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!
Gangarampur |জাতীয় সড়কে বিপজ্জনক তোরণ, দুর্ঘটনার আশঙ্কায় শহরবাসী
জয়ন্ত সরকার, গঙ্গারামপুর: উৎসবের আবহ বিদায় নিলেও, শহরের জাতীয় সড়ক থেকে অনেক তোরণই বিদায় নিতে পারেনি। সোমবার বুনিয়াদপুরে জাতীয় সড়কের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একটি তোরণ। সেখান থেকেও শিক্ষা নেয়নি গঙ্গারামপুর পুজো কমিটিগুলি (Gangarampur)। এখনও ওই তোরণ সরানো হয়নি। আর তাতে বুনিয়াদপুর তো বটেই, গঙ্গারামপুরে দাঁড়িয়ে থাকা তোরণগুলি নিয়ে তার থেকেও বড় কোনও দুর্ঘটনার আশঙ্কা […] The post Gangarampur | জাতীয় সড়কে বিপজ্জনক তোরণ, দুর্ঘটনার আশঙ্কায় শহরবাসী appeared first on Uttarbanga Sambad .
কালিম্পংয়ে জঙ্গল থেকে বেরিয়ে দাঁতালের তাড়া, গাড়ি ফেলে ছুটে প্রাণে বাঁচলেন যাত্রীরা!
এই ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়।
Kaliachak |খেজুরের রস বেচে সংসারে টাকার যোগান খুদেদের
এম আনওয়ারউল হক, বৈষ্ণবনগর: ‘খেজুরের রস নেবে গো… খেজুরের রস…!’ রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র সাধ কবিতার সেই পরিচিত সুর যেন আবারও শোনা যাচ্ছে কালিয়াচক-৩ ব্লকের (Kaliachak) শব্দলপুর, কুম্ভীরা, দাড়িয়াপুর এলাকায়। পুজো শেষ হয়েছে অনেক আগেই। কারও কারও বার্ষিক পরীক্ষা এখনও কিছুটা দেরি রয়েছে। শীতও প্রায় চলে এসেছে বললেই চলে। তাই অভাবের পরিবারে দু’পয়সা তুলে দিতে অনেক […] The post Kaliachak | খেজুরের রস বেচে সংসারে টাকার যোগান খুদেদের appeared first on Uttarbanga Sambad .
গাড়ি বিস্ফোরণের পরই বোমাতঙ্ক দিল্লি বিমানবন্দরে! হুমকি দেশের ৫ এয়ারপোর্টে
বারাণসীগামী বিমানেও বোমাতঙ্ক ছড়িয়েছে।
Old Malda |জলাজমি ভরাটের ছক, কুয়াশার আড়ালে তৎপর মাটি মাফিয়ারা
সিদ্ধার্থশংকর সরকার, পুরাতন মালদা: প্রতি বছর শীতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে মাটি মাফিয়ারা পুরাতন মালদা (Old Malda) ব্লকের সরকারি জলাশয় ভরাটের তৎপরতা শুরু করে। বিশেষ করে এই কারবার চালানো হয় রাতের অন্ধকারে। অতীতের বেহুলা নদীর একাংশ ভরাট হওয়া এবং সরকারি পুকুর দখল হওয়ার ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার প্রথম থেকেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্তারা […] The post Old Malda | জলাজমি ভরাটের ছক, কুয়াশার আড়ালে তৎপর মাটি মাফিয়ারা appeared first on Uttarbanga Sambad .
SIR-এ হিয়ারিং! কোন কোন কারণে ডাক পড়তে পারে আপনারও?
Special Intensive Revision: চলছে এসআইআর। ৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ। এরপর, ৭ ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট। কিন্তু এই হিয়ারিংয়ে কারা ডাক পাবেন? কেনই বা আপনাকেও ডাকা হতে পারে হিয়ারিংয়ে?
জীবন বিমা পরিষেবায় নয়া দিগন্ত, মুথুট মাইক্রোফিনের সঙ্গে হাত মেলাল এজিয়াস ফেডারেল
এই চুক্তির মাধ্য দিয়ে সারা দেশে জীবন বিমা পরিষেবা এবার আরও সহজলভ্য হয়ে উঠতে চলেছে।
Kaliachak |তৃণমূলের বিএলএ-কে মার তৃণমূলেরই
সেনাউল হক, কালিয়াচক: ফের উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচকের নওদা যদুপুর এলাকা (Kaliachak)। মঙ্গলবার তৃণমূলের এক বুথ লেভেল এজেন্টকে (বিএলএ–২) বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসকদলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। ওই বিএলএ-কে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণে মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের ‘সন্ত্রাস’ বলে পরিচিত বকুল শেখ ও তাঁর দলবলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। ঘটনায় আহত ওই বিএলএ […] The post Kaliachak | তৃণমূলের বিএলএ-কে মার তৃণমূলেরই appeared first on Uttarbanga Sambad .
Hair care |শীত এলেই কি গরম জলে স্নান করেন? চুলের কতটা ক্ষতি হতে পারে জানেন কি?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শীত এলেই প্রচণ্ড গরম জলে স্নান করতে শুরু করেন অনেকেই। ঠান্ডার সময়ে গরম জলে স্নান করলে আরাম লাগে ঠিকই, তবে অতিরিক্ত গরম জল যেমন ত্বকের ক্ষতি করে, তেমনই চুলেরও। রোজ অতিরিক্ত গরম জল মাথায় ঢাললে, মাথার ত্বক শুষ্ক তো হবেই সঙ্গে খুশকির সমস্যাও বাড়বে। শীতে মাথার ত্বক শুকিয়ে গিয়ে চুলকানি, র্যাশ […] The post Hair care | শীত এলেই কি গরম জলে স্নান করেন? চুলের কতটা ক্ষতি হতে পারে জানেন কি? appeared first on Uttarbanga Sambad .
দিল্লি বিস্ফোরণ কান্ড নিয়ে মুখ খুললেন ইজরায়েলি প্রধানমন্ত্রী, মোদীকে বিরাট বার্তা নেতানিয়াহুর
দিল্লি বিস্ফোরণ কান্ড নিয়ে মুখ খুললেন ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ভারতের পাশে থাকার বিরাট বার্তা। To our dear friend @narendramodi and to the brave people of India: Sara and I, and the people of Israel, send our deepest condolences to the families of the victims. Israel stands strong with you in sorrow and in strength in this time. — Prime Minister of Israel (@IsraeliPM) November 12, 2025 দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “সন্ত্রাসবাদ আমাদের শহরকে টার্গেট করতে পারে কিন্তু কখনও আমাদের আত্মাকে আঘাত করতে পারবে না।” দিল্লি বিস্ফোরণে ১০ জন নিহত এবং বহু আহত হওয়ার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবাসীর প্রতি সমবেদনা জানান তিনি। নেতানিয়াহু বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপে ইজরায়েল ভারতের পাশে রয়েছে। তিনি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “ভারত ও ইজরায়েল প্রাচীন সভ্যতা, যাদের মূলে রয়েছে চিরন্তন সত্য। সন্ত্রাস আমাদের শহরগুলিতে আঘাত হানতে পারে, কিন্তু তা কখনও আমাদের মনোবলকে দুর্বল করতে পারবে না। আমাদের জাতির আলো শত্রুদের অন্ধকারকে পরাজিত করবে।” To our dear friend @narendramodi and to the brave people of India: Sara and I, and the people of Israel, send our deepest condolences to the families of the victims. Israel stands strong with you in sorrow and in strength in this time. — Prime Minister of Israel (@IsraeliPM) November 12, 2025 ইজরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়, “ প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারতের সাহসী জনগণের প্রতি এবং দিল্লি বিস্ফোরণ কান্ডে নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। ইজরায়েল এই কঠিন সময়ে ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে।” এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সন্ধ্যায় দিল্লির এলএনজিপি হাসপাতালে গিয়ে আহতদের সাথে দেখা করেন এবং চিকিৎসকদের কাছ থেকে আহতদের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। তিনি বলেন, “এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে, তাদের কেউই রেহাই পাবে না। সকলকে বিচারের মুখোমুখি হতে হবে।”প্রধানমন্ত্রী ভুটানে দুই দিনের সফর শেষ করে দেশে ফিরে সরাসরি হাসপাতালে যান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। Went to LNJP Hospital and met those injured during the blast in Delhi. Praying for everyone’s quick recovery. Those behind the conspiracy will be brought to justice! pic.twitter.com/HfgKs8yeVp — Narendra Modi (@narendramodi) November 12, 2025 অন্যদিকে, দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণের তদন্তে নামল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। সূত্রের খবর, এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে জইশ-ই-মহম্মদের একটি মডিউল। এনআইএ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। বিস্ফোরণের পেছনে থাকা সন্ত্রাসী মডিউল তাদের গ্রেপ্তারের জন্য জোরদার অভিযান শুরু হয়েছে। আরও পড়ুন- দিল্লির লালকেল্লা বিস্ফোরণ মামলায় সব চেয়ে বড় আপডেট, নামি শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে কীভাবে চলত সন্ত্রাসী মডিউল? মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে! ফের ঊর্ধ্বমুখী সোনার দাম “খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএমে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম অর্গান ব্যাংক, লিভার-কিডনির সঙ্গে এবার হার্টও সংরক্ষণ হবে! SIR পর্বে BLA নিয়োগে বড় বদল আনল নির্বাচন কমিশন, স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট! উত্তরবঙ্গ জমে কাঠ! দক্ষিণবঙ্গেও নামছে তাপমাত্রা, দিন পাঁচেকেই ঠান্ডা হাড় কাঁপাবে কলকাতাতেও?
মুরগির পাতলা ঝোল নয়, বরং রেঁধে ফেলুন চিকেন হটপাঞ্চ, জেনে নিন রেসিপি
দুই দেশের, দুই রাজ্যের রান্নাকে একই রেসিপিতে এনে নতুন নতুন পদ তৈরি করা। যা খেতেও দারুণ এবং সঙ্গে রান্না করাটাও সহজ। রোজকার একঘেয়ে রান্না থেকে মুক্তি পেতে অনেকেই এই ফিউশন ফুডের দিকে ঝুঁকছেন। নাহ, রেস্তোরাঁয় যাওয়ার দরকার নেই। বরং বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেনের নতুন পদ, বলা ভাল, চিকেনের ফিউশন ফুড চিকেন হটপাঞ্চ। রইল সহজ রেসিপি।
Delhi Blast Update: বাংলাদেশ থেকে এসেছিল দিল্লি ব্লাস্টের বিস্ফোরক?
Delhi Blast: দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের পর উত্তর প্রদেশের ফরিদাবাদ থেকে ২৯০০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়। তবে, এখানেই শেষ নয়, আরও ৩৫০ কিলোগ্রাম বিস্ফোরক দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Delhi Blast |‘বিদেশে যেতে চেয়েছিলেন…’, ধৃত চিকিৎসক শাহিনকে নিয়ে কী বললেন প্রাক্তন স্বামী?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফরিদাবাদে (Faridabad) বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার এবং দিল্লির বিস্ফোরণের (Delhi Blast) ঘটনায় যোগসূত্র থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লখনউয়ের বাসিন্দা শাহিন শাহিদ (Shaheen Shahid) নামে এক মহিলা চিকিৎসককে। জইশ-ই-মহম্মদের ‘হোয়াইট কলার জঙ্গি নেটওয়ার্কের’ সঙ্গে যোগ রয়েছে শাহিনের বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃত এই চিকিৎসককে নিয়ে মুখ খুলেছেন তাঁর প্রাক্তন স্বামী হায়াত […] The post Delhi Blast | ‘বিদেশে যেতে চেয়েছিলেন…’, ধৃত চিকিৎসক শাহিনকে নিয়ে কী বললেন প্রাক্তন স্বামী? appeared first on Uttarbanga Sambad .
নিজে গাড়ি চালিয়ে ধর্মেন্দ্রর বাড়িতে গেলেন অমিতাভ, আজও অটুট ‘জয়-বীরু’র ‘ইয়ে দোস্তি’
হাসপাতাল থেকে ছাড়া পেতেই বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে জুহুর বাংলোয় ছুটলেন অমিতাভ বচ্চন।
Patiram |দাউ দাউ করে জ্বলছে গ্রামীণ ব্যাংক! নগদ টাকা থেকে নথি অক্ষত আছে তো?
পতিরাম: বালুরঘাট ব্লকের (Balurghat) খাঁপুরে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন (A fire broke out in the building of West Bengal Gramin Bank)! প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে করা গেলেও ব্যাংকের ভেতরের আসবাবপত্র, ল্যাপটপসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সামগ্রী ভস্মীভূত হল চোখের নিমেষে। জানা গিয়েছে, ভোর সাড়ে পাঁচটা নাগাদ পতিরাম থেকে ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। ততক্ষণে আগুন ছড়িয়ে […] The post Patiram | দাউ দাউ করে জ্বলছে গ্রামীণ ব্যাংক! নগদ টাকা থেকে নথি অক্ষত আছে তো? appeared first on Uttarbanga Sambad .
‘পরকীয়া নয়, উনি তো আমার…’, পার্থর সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন অর্পিতা?
ফের সক্রিয় রাজনীতির মঞ্চে দেখা যাবে পার্থকে? কী বলছেন অর্পিতা?
Shah Rukh Khan-Mannat: শাহরুখের মন্নতের দাম জানেন? চোখ কপালে উঠবে শুনলে
Shah Rukh Khan-Mannat: শাহরুখ খানের জীবনের সঙ্গে, মন্নতের নাম এক অটুট সম্পর্কের মতো জড়িয়ে আছে। লক্ষ লক্ষ ভক্তের কাছে এটি কেবল একটি বাড়ি নয়, বরং এক স্বপ্ন- এমন এক প্রতীক, যা দেখায় কিভাবে দিল্লির এক মধ্যবিত্ত ছেলেটি নিজের অধ্যবসায় ও প্রতিভায় হয়ে ওঠে বিশ্বের অন্যতম বড় তারকা। মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত, এই সমুদ্রসৈকত-সংলগ্ন প্রাসাদ আজ শুধু শাহরুখের ঠিকানা নয়, এক অনুপ্রেরণার প্রতীক। ১৯৯৭ সালে ইয়েস বস ছবির শুটিংয়ের সময় শাহরুখের চোখে পড়ে এই ভিলা- তখন এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। কয়েক বছর পর প্রায় ১৩ কোটি টাকায় তিনি এটি কেনেন এবং নাম দেন ‘মন্নত’- যার অর্থ ‘একটি ইচ্ছা’। এরপর প্রায় এক দশক ধরে, স্ত্রী গৌরী খানের নকশায় - ডিজাইনে এটি রূপ নেয় রাজকীয় ছয়তলা প্রাসাদে। গৌরী নিজেই বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন। এই বাড়ির বৈশিষ্ট্য হল, পুরনো দিনের আভিজাত্য ও আধুনিক বিলাসিতার মিশ্রণ। সাদা স্তম্ভ, কালো গেট এবং দৃষ্টিনন্দন সজ্জা বাড়িটিকে এক অনন্য পরিচিতি দিয়েছে। Raj Chakraborty: উঠতে চলেছে ঝড়! ফের প্রলয়ের ইঙ্গিত দিলেন রাজ প্রতিটি তলায় রয়েছে আলাদা নকশা- কখনও উষ্ণ, কখনও ঐতিহ্যবাহী। গৌরী এক সাক্ষাৎকারে বলেন, মন্নত- বছরের পর বছর ধরে আমার পছন্দের জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছে, যা ভালোবাসা ও স্মৃতিতে ভরা। দুই দশকেরও বেশি সময় পরে, ভোগ ইন্ডিয়া অনুসারে মন্নতের মূল্য এখন আনুমানিক ২০০ কোটি টাকা এবং এটি ভারতের সবচেয়ে বিখ্যাত সেলিব্রিটি হোমগুলির মধ্যে একটি। প্রতি বছর শাহরুখের জন্মদিনে ভক্তদের ঢল নামে মন্নতের সামনে। কেউ তাঁকে এক ঝলক দেখার আশায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। এবছর, যখন তিনি ৬০ বছরে পা রাখলেন, সেই উন্মাদনায় কোনও ঘাটতি ছিল না। যদিও তিনি এবার বাইরে আসতে পারেননি, ভক্তদের আবেগ তাতে কমেনি। Govinda Health Update: হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দা, কী জানাচ্ছেন চিকিৎসকরা? কিন্তু, মন্নত আজ শুধুমাত্র একটি বাংলো নয়- এটি শাহরুখ খানের সাফল্যের প্রতীক, তাঁর স্বপ্নপূরণের সাক্ষী। দিল্লির এক সাধারণ ছেলে থেকে বলিউডের ‘বাদশা’ হওয়ার গল্প মান্নতের প্রতিটি ইটে গেঁথে আছে, যা প্রমাণ করে- স্বপ্ন যদি সত্যি করার ইচ্ছা থাকে, তবে মান্নতের মতোই তা একদিন বাস্তব হয়।
In Depth on White Collar Terrorism: চিকিৎসকরাই যখন জঙ্গি! হোয়াইট কলার টেররিজমের বীজ কোথায় পোঁতা?
In Depth on Terrorism: গত ২৭ অক্টোবর শ্রীনগরে জইশ-ই-মহম্মদের সমর্থনে পোস্টার দেখা যায়। তারপরই উত্তর প্রদেশের সাহারানপুর ও হরিয়ানার ফরিদাবাদে দুটি ভাড়াবাড়ি থেকে প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক, পিস্তল, বোমার টাইমার, ব্যাটারি উদ্ধার হয়। আর সেই ভাড়া বাড়ি দুটি একজন ডাক্তারের।
‘জঙ্গি-যোগে’ বরখাস্ত হয়েছিলেন, কাশ্মীরের সেই বিতাড়িত অধ্যাপককে নিয়োগ আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের
উঠছে প্রশ্ন।
সিকিম থেকে পালিয়েও শেষরক্ষা হল না, শিলিগুড়িতে যৌথ অভিযানে গ্রেপ্তার ‘স্পাইডারম্যান’
মিলনমোড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
Winter Fitness: শীতের সকালে অলসতা নয়, এ বার ঘরেই ফিটনেস শুরু হোক
Indoor Exercises For Winter Fitness: শীতে বাইরে বেরিয়ে জিম বা পার্কে যাওয়া অনেক সময় অনেকের কঠিন মনে হয়, তাই ঘরে বসেই তৈরি করুন নিজের ফিটনেস রুটিন। মাত্র ২০–৩০ মিনিট সময় দিলেই এই ঠান্ডাতেও শরীর থাকবে ফুরফুরে, মনও থাকবে তরতাজা।
PM Narendra Modi: মাথায় স্নেহের হাত, দিল্লি বিস্ফোরণে আহতদের দেখে কী বললেন প্রধানমন্ত্রী?
Delhi Blast: গত সোমবার, ১০ নভেম্বর লালকেল্লার কাছে বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এ দিন দুপুরে তিনি দিল্লির লোক নায়ক হাসপাতালে যান। সেখানে তিনি একে একে আহতদের সঙ্গে দেখা করেন।
বর-কনের ফটোশুট দেখে হিন্দি গানে নাচ! রোহিতের ‘সারপ্রাইজে’আপ্লুত নবদম্পতি, দেখুন ভিডিও
এমন সারপ্রাইজ পেয়ে কী বলেছেন যুগল?
Delhi Blast: যে কেউ ঢুকে পড়ত হস্টেলে! সেখানেই বসত তিন ডাক্তারের মিটিং! যা উঠে আসছে তদন্তে
Delhi Blast: বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেখান থেকে একাধিক তথ্য মিলেছে বলে তদন্তকারী সূত্রের খবর। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার অবস্থাও তথৈবচ। প্রশ্ন উঠেছে, হাসপাতাল বা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে ঢুকছে, কখন ঢুকছে, তার কোনও খোঁজ রাখে না?
দিল্লিতে বিস্ফোরণ, বাংলায় এনআইএ! মুর্শিদাবাদের পরিযায়ী মইনুলকে ঘিরে ঘনীভূত রহস্য
কখনও দিল্লি ,কখনও মুম্বইয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেছেন মইনুল।
Partha-Arpita |‘এ তো পরকীয়া নয়’, ‘বন্ধু ’ পার্থর পাশেই দাঁড়ালেন অর্পিতা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্পর্কের সমীকরণ নিয়ে দীর্ঘ সাড়ে তিন বছর অনেক জলঘোলা হয়েছে। প্রেমিকা থেকে ভাইঝি-বন্ধু থেকে বিশেষ বান্ধবী অনেক নামকরণ হয়েছিল ‘অপা’-কে নিয়ে। কিন্তু ‘অপা’র ‘অ’ কিংবা ‘পা’ প্রকাশ্যে কখনোই স্বীকার করেননি তাঁদের সম্পর্ক কী? অবশেষে জেলমুক্তির রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee) সদর্পে ঘোষণা করলেন অর্পিতা (Arpita Mukherjee) আমার বান্ধবী। বন্ধুর মুখে অকপট […] The post Partha-Arpita | ‘এ তো পরকীয়া নয়’, ‘বন্ধু ’ পার্থর পাশেই দাঁড়ালেন অর্পিতা appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নারী ক্ষমতায়নে বিশেষ জোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)-কে সাম্মানিক ডি’লিট দিল জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করা হয়। ডি’লিট সম্মান তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।এই সম্মান মা-মাটি-মানুষকে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানমঞ্চ থেকে জাপান ও বাংলার সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। জানান, জাপানের (Japan) সঙ্গে […] The post CM Mamata Banerjee | মমতাকে ডি’লিট জাপানের বিশ্ববিদ্যালয়ের, মা মাটি মানুষকে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী appeared first on Uttarbanga Sambad .
ফোনে লাদেনের ভাষণ! আল কায়দা ‘যোগে’মহারাষ্ট্রে গ্রেপ্তার তথ্যপ্রযুক্তি কর্মী
একে-৪৭-এর প্রশিক্ষণের ছবি এবং আইইডি তৈরির পদ্ধতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়।
Ind-SA first test |গম্ভীরের ক্লাসে সাই, দীর্ঘ ব্যাটিং চর্চায় গিল
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ সাদা বলের সিরিজ শেষে এবার লাল বলের ক্রিকেটে ফেরা। স্যর ডন ব্র্যাডম্যানের দেশ থেকে দেশে ফেরার পরই সামনে এখন মিশন দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা দল। এমন একটা দল, যাদের স্কোয়াডে কাগিসো রাবাদার মতো ম্যাচ উইনার জোরে বোলার যেমন রয়েছেন। তেমনই রয়েছেন কেশব মহারাজের মতো অভিজ্ঞ স্পিনারও। শুক্রবার ক্রিকেটের নন্দনকাননে […] The post Ind-SA first test | গম্ভীরের ক্লাসে সাই, দীর্ঘ ব্যাটিং চর্চায় গিল appeared first on Uttarbanga Sambad .
Homemade Green Chili Powder Recipe: ঘরেই বানান কাঁচা লঙ্কার গুঁড়ো, টাটকা থাকবে মাসের পর মাস
Homemade Green Chili Powder Recipe: শীত পড়তেই বাড়ির রান্নাঘরে ঝাল-মশলার গন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু অনেক সময় বাজার থেকে আনা কাঁচা লঙ্কা ফ্রিজে রাখায় নষ্ট হয়ে যায়। অথচ এই লঙ্কা দিয়েই আপনি বানাতে পারেন এক অসাধারণ ঘরোয়া উপকরণ- কাঁচা লঙ্কার গুঁড়ো মশলা (Homemade Green Chili Powder)। ঘরোয়া কায়দায় তৈরি করে ফেলতে পারেন এই লঙ্কাগুঁড়ো এই গুঁড়ো বাজারের লঙ্কাগুঁড়োর চেয়ে অনেক বেশি ঝাল, সুগন্ধি এবং টাটকা। কারণ এখানে কোনও রাসায়নিক মেশানো হবে না। শুধুই ঘরোয়া কায়দায় তৈরি করা হবে এই লঙ্কাগুঁড়ো। এই মশলা তৈরি করতে হলে ২৫০ গ্রাম তাজা কাঁচা লঙ্কা লাগবে। লবণ লাগবে ১/২ চামচ। একচিমটি হিং ইচ্ছেমত দিতে হবে। আরও পড়ুন- শীতকালে ঘরেই বানান তিল ও গুড়ের চিক্কি, দেখে নিন খাস্তা ও পুষ্টিকর মিষ্টির সহজ রেসিপি এই গুঁড়ো মশলা বানাতে হলে প্রথমে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি দড়িতে লঙ্কাগুলো গেঁথে ৩-৫ দিন রোদে শুকান। প্রতিদিন উলটে দিন যাতে সমানভাবে শুকায়। রোদ না থাকলে ওভেনে ৬০–৭০ সেলসিয়াস তাপমাত্রায় ৪–৬ ঘণ্টা লঙ্কাগুলো শুকিয়ে নিন। পুরোপুরি শুকিয়ে গেলে ঠান্ডা হতে দিন এবং বীজ ফেলে দিন। শুকনো লঙ্কাগুলো মিক্সারে পিষে নিন। মিক্সার গরম হলে লঙ্কাগুলোর স্বাদ নষ্ট হতে পারে। তাই মিক্সার যাতে গরম না হয়, সেদিকে নজর রাখুন। শেষে ওই মিশ্রণে সামান্য লবণ আর হিং মিশিয়ে নাড়ুন। আরও পড়ুন- শীতকালে রোগ দূরে রাখতে প্রতিদিন খান আমলকির এই সহজ পদ তৈরি গুঁড়োটি বায়ুরোধী কাচের জারে সংরক্ষণ করুন। এটি ৬-১২ মাস পর্যন্ত টাটকা থাকবে। প্রতিবার ব্যবহারের সময় পরিষ্কার, শুকনো চামচ ব্যবহার করুন। এই লঙ্কার গুঁড়ো আপনি ডাল, সবজি, পরোটা, এমনকী পকোড়া বা চাটনিতেও ব্যবহার করতে পারেন। ঘরে অতিথি এলে নিজ হাতে তৈরি এই গুঁড়োর ঝাঁজ তাদের মুগ্ধ করবে নিশ্চিত! আপনি চাইলে শুকানোর আগে লঙ্কাগুলো টুকরো করে নিতে পারেন, এতে দ্রুত শুকাবে। বীজগুলো ফেলে দিলে আরও ভালো থাকবে। কাচের জারে সামান্য চাল রাখলে এই লঙ্কার গুড়ো ভিজবে না। আরও পড়ুন- টুনা স্যান্ডউইচে মেয়োনিজ মিশিয়ে খাচ্ছেন, জানেন কী হতে পারে? বরং এগুলো মিশিয়ে খান লঙ্কার গুঁড়ো রান্নার কাজে লাগে। রান্নার স্বাদ বাড়াতে এই লঙ্কার গুঁড়োর বিরাট প্রভাব। তবে, বেশিরভাগ লোকের কাছেই কাঁচালঙ্কার গুঁড়ো থাকে না বললেই চলে। বাজারে মূলত শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো বিক্রি হয়। তাই এই প্রতিবেদনে যেভাবে জানানো হল, সেভাবে সহজ কায়দায় কাঁচ লঙ্কার গুঁড়ো বাড়িতেই তৈরি করে নিতে পারেন। এতে আপনার রান্নার স্বাদ হবে আরও সুস্বাদু।
অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় ১৫০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুপ্রবেশ সংক্রান্ত মামলা, ত্রিপুরায় একাধিক জায়গায় তল্লাশিতে এনআইএ
মুর্শিদাবাদেও এদিন এনআইএ'র একটি দল তল্লাশি চালান বলে জানা যাচ্ছে।
India-South Africa Test Series |পিচ বিতর্কের আগুনে পুড়ছে ইডেন, অসন্তুষ্ট গম্ভীর-গিলরা
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ হালকা শীতের আমেজ। কুয়াশাঘেরা সকাল। বাংলা ও বাঙালির দৈনন্দিন জীবনে সোয়েটার, জ্যাকেটের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। ময়দানের বিখ্যাত বটতলা পার করে গোষ্ঠ পাল সরণি ধরে ক্রিকেটের নন্দনকাননে পা রাখলে মহামান্য পাঠক, আপনার শীতের আমেজ দ্রুত উধাও হয়ে যাবে। বদলে মনে হবে, কোথায় শীত শীত ভাব। এ তো চৈত্র-বৈশাখ মাসের দাবদাহের মতো পরিস্থিতি। […] The post India-South Africa Test Series | পিচ বিতর্কের আগুনে পুড়ছে ইডেন, অসন্তুষ্ট গম্ভীর-গিলরা appeared first on Uttarbanga Sambad .
মোটেই একপেশে নয়! বিহারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিল অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা
প্রশান্ত কিশোরের ভাগ্যে কী?
স্মার্ট নয়, ‘বোকা ফোনেই’ ভরসা জঙ্গিদের, দিল্লি কাণ্ডে উত্তরপ্রদেশে গ্রেপ্তার ‘জেহাদি’ ডাক্তার
কেন ‘বোকা ফোনের’ ব্যবহার?
দিল্লি বিস্ফোরণকাণ্ডে ‘শিকড়ের’ খোঁজে গোয়েন্দারা, মিলল সাফল্য
দিল্লিতে বিস্ফোরণের পিছনে কারা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন, এই বিস্ফোরণের শিকড়ে যাওয়া হবে। বিস্ফোরণে জড়িত কেউ ছাড়া পাবে না। এদিকে, বিস্ফোরণের তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে আরও ৩ জনকে। ধৃতরা সকলের জইশ-ই-মহম্মদের ডাক্তার মডিউলের সদস্য। জম্মু-কাশ্মীর, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে একাধিকজনকে। তাদের জেরা করা হচ্ছে। এর পাশাপাশি ২০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের সঙ্গে তাদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
India-South Africa series |ইডেনে স্পিন মহড়া মার্করামদের, সৌরভের ক্লাসে কেশব-ব্রেভিস
সঞ্জীবকুমার দত্ত কলকাতা: সকাল গড়িয়ে বিকেল। উত্তুরে হাওয়ার আমেজ ইডেন গার্ডেন্সজুড়ে। সকালের প্র্যাকটিস সেশন সম্পূর্ণ করে ভারতীয় দল অনেক আগেই ইডেন গার্ডেন্স ছেড়েছে। স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ সমর্থকরা গা ভিজিয়েছেন শুভমান গিল, যশস্বী জয়সওয়ালদের নিয়ে উচ্ছ্বাসের উত্তাপে। যে রেশ বজায় রেখে নন্দনকাননে উপস্থিত দক্ষিণ আফ্রিকাও। ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। অর্ধেক টিম হাজির প্রথম দিনের অনুশীলনে। দক্ষিণ […] The post India-South Africa series | ইডেনে স্পিন মহড়া মার্করামদের, সৌরভের ক্লাসে কেশব-ব্রেভিস appeared first on Uttarbanga Sambad .
Sunil Grover: হাসির আড়ালে লুকিয়ে ছিল কষ্ট! ঠিক কোন ভয়ঙ্কর কারণে হাসপাতালে ভর্তি হতে হয় সুনীল-কে?
Sunil Grover Hospitalised: সুনীল গ্রোভার, যিনি আজ ভারতের অন্যতম জনপ্রিয় কমেডি অভিনেতা, তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৯০-এর দশকের শেষের দিকে। তবে সত্যিকারের আলোচনায় আসেন ২০১৩ সালে, যখন তিনি কপিল শর্মা শো-তে যুক্ত হন। সেই শোয়ের গুতি, ডক্টর মশহুর গুলাটি প্রভৃতি চরিত্র, তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। এক দশক পরেও সুনীল আজও টেলিভিশনের শীর্ষ কমেডিয়ানদের একজন। কিন্তু সাফল্যের এই পথে পৌঁছানোর আগে, অভিনেতা পেরিয়েছিলেন এক অন্ধকার সময়- বিষণ্নতা ও মানসিক লড়াইয়ের অধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী উপাসনা সিং, যিনি কপিলের শোতে ‘বুয়া’ চরিত্রে অভিনয় করেছিলেন, জানিয়েছেন যে কপিলের অনুষ্ঠানে যোগ দেওয়ার ঠিক আগে বিষণ্নতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন সুনীল। তিনি বলেন, প্রথমে যখন সুনীল এসেছিল, তখন তার কথা বলার গতি অনেক ধীর ছিল। কাস্টিং টিমের মনে হয়েছিল, সে হয়তো দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। এমনকি তাঁকে বাদ দেওয়ার কথাও উঠেছিল। Raj Chakraborty: উঠতে চলেছে ঝড়! ফের প্রলয়ের ইঙ্গিত দিলেন রাজ তবে উপাসনা দলের সবাইকে বোঝান, যে সুনীল একজন অসাধারণ অভিনেতা। তাঁর রেডিও অভিজ্ঞতার কারণে তিনি জানতেন কিভাবে শ্রোতাদের হাসাতে হয়। আগেও তিনি রেডিও শো ‘হাঁসি কে ফোয়ারে’-তে অভিনয় করেছিলেন, যা মেট্রো শহরগুলিতে জনপ্রিয় হয়েছিল। সেই অভিজ্ঞতাই তাঁকে মঞ্চে আত্মবিশ্বাস দেয়। উপাসনা বলেন, কপিলের শো শুরু হওয়ার সময় সুনীল মানসিকভাবে খুব বিধ্বস্ত ছিলেন। তিনি নিজেই স্বীকার করেছিলেন যে বিষণ্নতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তখন তাঁর তেমন কাজও ছিল না। একদিন কপিল তাঁকে আমার বাড়িতে নিয়ে আসে, আমি প্রথমে চিনতেই পারিনি। কিন্তু সেই মানুষটাই আজ সবার প্রিয়। Dharmendra Health: এমন ভালবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার, ধর্মেন্দ্রর বাড়ির সামনেই কান্নায় ভেঙে পড়লেন অটো চালক বর্তমানে সুনীল নেটফ্লিক্সে কপিল শর্মার শোয়ের কাস্ট সদস্য হিসেবে কাজ করছেন। শোটি সম্প্রতি তার তৃতীয় মৌসুম শেষ করেছে। এছাড়া, তাঁকে সম্প্রতি ‘ডাব্বা কার্টেল’ সিরিজেও দেখা গিয়েছে, যেখানে তিনি তাঁর অভিনয় দিয়ে আবারও প্রমাণ করেছেন- প্রতিভা কখনও চাপা পড়ে না।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের (Delhi Blast) পরই উঠে এসেছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম (Al-Falah University)। কারণ এই বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র ধরেই প্রথমে বাজেয়াপ্ত করা হয়েছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। তারপরেই পুলিশের তদন্তে উঠে আসে এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসকদের নাম। এমনকি সোমবার দিল্লিতে ‘আত্মঘাতী’ বিস্ফোরণে জড়িত মূল অভিযুক্তও এই বিশ্ববিদ্যালয়েরই কর্মী ছিলেন। তদন্তকারীদের […] The post Al-Falah University | ‘কোনও যোগসূত্র নেই’, দিল্লি বিস্ফোরণে নাম জড়াতেই নীরবতা ভাঙল আল-ফালাহ বিশ্ববিদ্যালয় appeared first on Uttarbanga Sambad .
মুজাম্মিলকে জেরায় বিস্ফোরক তথ্য পেলেন গোয়েন্দারা, কী ছক ছিল ধৃত ডাক্তারের?
জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র পাওয়া যায় কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে মুজাম্মিল শাকিলকে। গ্রেফতারের সময় হরিয়ানার ফরিদাবাদে আল ফালহা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন আল ফালাহ স্কুল অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারের জরুরি বিভাগে কাজ করছিলেন মুজাম্মিল। গ্রেফতারের পর থেকে তাঁকে জেরা করে নানা তথ্য পাওয়া গিয়েছে। বছরের শুরুতে জানুয়ারিতে লালকেল্লায় রেকি করেছিলেন মুজাম্মিল ও ডাক্তার উমর নবি। এরপর মুজাম্মিল একা একাও বেশ কয়েকবার লালকেল্লায় রেকি করেন। লালকেল্লাকে কি বড়সড় নাশকতার ছক ছিল? সব কিছু খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
Murshidabad |দিল্লি বিস্ফোরণের তদন্তে মুর্শিদাবাদে এনআইএ! কোন সূত্রে অভিযান?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) তদন্ত করতে গিয়ে উঠে এল বাংলা যোগ! ঘটনায় বুধবার পশ্চিমবঙ্গে হাজির হয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)-র একটি টিম। এদিন মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম থানার নিম গ্রামে পৌঁছান তদন্তকারীরা। সেখানে মইনুল হাসান নামে এক ব্যক্তির বাড়িতে যায় এনআইএ। ওই ব্যক্তিকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। মইনুল পেশায় একজন পরিযায়ী শ্রমিক […] The post Murshidabad | দিল্লি বিস্ফোরণের তদন্তে মুর্শিদাবাদে এনআইএ! কোন সূত্রে অভিযান? appeared first on Uttarbanga Sambad .
বিস্ফোরণ কেড়েছে রুজিরুটি, একদিনে দিল্লির চাঁদনি মার্কেটে ক্ষতি ৩০০-৪০০ কোটি টাকা!
দিল্লির চাঁদনি চক মার্কেট দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার।
‘বিজেপি চাইলে আমার জীবনের বিনিময়ে মতুয়াদের ভারতে রাখুক’, অনশনে মমতাবালা
অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে খবর।
‘বেশিদিন সংসার সহ্য করতে হবে না…’, আচমকা বলে উঠলেন কাজল! অজয়ের সঙ্গে সব ঠিক আছে তো?
একসময় বলিউডে যখন শাহরুখ-কাজল জুটির রমরমা। তখন শোনা গিয়েছিল, শাহরুখকে নিয়েই নাকি অজয়-কাজলের অশান্তি। এমনকী, শোনা গিয়েছিল, দাম্পত্য কলহ এতটাই চরমে পৌঁছেছিল যে, রটে যায় অজয়কে নাকি ডিভোর্স দিচ্ছেন কাজল। এমনকী, সেই কারণেই নাকি বেশ কিছুদিন সিনেমা থেকে দূরে সরে গিয়েছিলেন কাজল। তবে এখন সবই নাকি একেবারে পারফেক্ট।
অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে দেওয়া খিচুড়িতে সাপের খোলস! নদিয়ায় অসুস্থ অন্তত ২০টি শিশু
ঘটনার পরেই অঙ্গনওয়ারি কেন্দ্রের সামনে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।
অফিসের কাজে মন বসছে না? বার্নআউট এড়াতে কর্মক্ষেত্রেই শুরু করুন ‘৪৫:১৫’নিয়ম
এই টেকনিকের নেপথ্যে রয়েছে কগনিটিভ বিজ্ঞান।
স্ত্রীকে খুনের চেষ্টা! হিরো আলমের বিরুদ্ধে জারি এবার গ্রেফতারি পরোয়ানা
মামলার নথি অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে রিয়াকে বাড়ি থেকে বের করে দেন হিরো আলম। পরে সমস্যার সমাধানের কথা বলে এক বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাঁকে গালিগালাজ ও শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ। রিয়া দাবি করেছেন, আলম তাঁকে লাঠি দিয়ে মারধর করেন এবং তাঁর গলার সোনার হার চুরি করে নেন।
Paytm-এ যুক্ত হল Artificial Intelligence, এবার Payment করা হল আরও সহজ!
Artificial Intelligence, Paytm: আপনার সুবিধার জন্য ১৫টিরও বেশি নতুন ফিচার যোগ করেছে পেটিএম। ধরুন, WhatsApp থেকে কপি করা ব্যাঙ্ক বা আইএফএস কোড এখন ‘ম্যাজিক পেস্ট’ ফিচারের মাধ্যমে অ্যাপে নিজে থেকেই ভরে যাবে। এছাড়াও রয়েছে ‘হাইড পেমেন্টস’ অপশন।
দুধ ছাড়াই তৈরি ঘি! পাঁচ বছর ধরে তিরুপতি মন্দিরের ভেজাল সরবরাহ উত্তরাখণ্ডের ডেয়ারির
রাসায়নিক মিশিয়ে তৈরি হত এই ভেজাল ঘি।
মুক্তির আগেই জাতীয় পুরস্কার জয়ী ‘ডিপ ফ্রিজ’, এবার ট্রেলারে ধরা পড়ল আবির-তনুশ্রীর রসায়ন
বুধবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
Bomb Threat |বোমা হামলার হুমকি দিয়ে ইমেল! তোলপাড় দেশের ৫ বিমানবন্দর
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার কি জঙ্গি টার্গেটে দেশের ৫ প্রধান বিমানবন্দর। বুধবার ইন্ডিগো এয়ারলাইন্সে আসা একটি ইমেলে সম্ভাব্য হামলার হুমকি দিয়ে সতর্ক করা হয়। এর জেরে একাধিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিকেল সাড়ে তিনটের দিকে ইমেলটি আসে। সেখানে দিল্লি, মুম্বাই, চেন্নাই, তিরুবনন্তপুরম এবং হায়দ্রাবাদ বিমানবন্দরে হামলার কথা উল্লেখ করা হয়। যদিও খতিয়ে […] The post Bomb Threat | বোমা হামলার হুমকি দিয়ে ইমেল! তোলপাড় দেশের ৫ বিমানবন্দর appeared first on Uttarbanga Sambad .
Eden Gardens Pitch Controversy, IND vs SA: ইডেনের উইকেট নিয়ে খুশি নন গম্ভীর? জবাব দিলেন সৌরভ
Eden Gardens: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। এই টেস্ট সিরিজের প্রস্তুতি দুটো দলই জোরকদমে শুরু করে দিয়েছে। সাম্প্রতিককালে টিম ইন্ডিয়া অধিকাংশ টেস্ট ম্য়াচই ব্যাটিং সহায়ক উইকেটে খেলেছে। তবে সাম্প্রতিক একটি রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এবং হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) নাকি ইডেনের উইকেট নিয়ে একেবারেই খুশি নন। নতুন রিপোর্টে এই ব্যাপারে বিস্তারিত জানা গিয়েছে। IND vs SA 1st Test, Eden Gardens Record: ভারত না দক্ষিণ আফ্রিকা, ইডেন গার্ডেন্সে কার পাল্লা ভারী? না জানলে হাত কামড়াবেন উইকেট নিয়ে খুশি নন শুভমান গিল এবং গৌতম গম্ভীর উইকেট নিয়ে খুশি নন? কলকাতায় আয়োজিত ইডেন টেস্টের আগে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর। এরপর গৌতম গম্ভীরের সঙ্গে ব্যাটিং কোচ শীতাংশু কোটাক, অধিনায়ক শুভমান গিল এবং বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে আলোচনা করেন সুজন মুখোপাধ্যায়। IND vs SA 2nd Test, New Time Schedule: বদলে গেল ভারত-আফ্রিকা দ্বিতীয় টেস্টের সময়, না জানলে চরম মিস পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং কোচ এই উইকেট নিয়ে একেবারেই খুশি নন। এই রিপোর্ট অনুসারে, উইকেটে হালকা সবুজ আভা রয়েছে। জায়গায় জায়গায় হালকা ঘাসও রয়েছে। আগামী শুক্রবার থেকে কলকাতা টেস্ট শুরু হবে। এই পরিস্থিতিতে উইকেটের চরিত্র যে খুব একটা বদল হবে না, তা বলাই বাহুল্য। ফলে টিম ইন্ডিয়াকে এই উইকেটেই খেলতে হবে। IND vs SA 1st Test, Pitch Report: টস জিতে ব্যাটিং না ফিল্ডিং, কোন সিদ্ধান্তে লাভবান হবেন শুভমানরা? ইডেনের উইকেট নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে স্পষ্ট কথা জানালেন। তিনি জানিয়েছেন, টিম ইন্ডিয়া এই ম্য়াচের জন্য টার্নিং উইকেটের আবেদন করেনি। IND vs SA 1st Test, Security Details: দিল্লিতে বিস্ফোরণ, উত্তপ্ত কলকাতাও! কোন পরিকল্পনায় ইডেনের নিরাপত্তা? এই ব্যাপারে প্রশ্ন তোলা হলে 'দাদা' স্পষ্ট জানিয়ে দিলেন, 'এখনও পর্যন্ত এই ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি। সেকারণে এই প্রশ্নের উত্তর দিতে পারব না। তবে উইকেট দেখে আমার খুব ভাল লেগেছে।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি রনজি মরশুমে ইডেন গার্ডেন্সের এই উইকেটেই ২ ম্য়াচ খেলেছে বাংলা ক্রিকেট দল। দুটো ম্য়াচই ধীর গতির উইকেটে খেলা হয়েছিল। পেস বোলাররা এই উইকেট থেকে কোনও ফায়দা তুলতে পারেননি।
গোপনে অস্ত্রোপচার! বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের আগে ইয়ামালের কাজে ক্ষুব্ধ কোচ
কী বলেছেন তিনি?
Mamata Banerjee: গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় বিশ্ব বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন জাপানের ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। তারপরই তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান প্রদান করার কথা জানান। এদিনের অনুষ্ঠানে সাম্মানিক ডি-লিট পাওয়ার পর জাপানি ভাষায় ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী।
বড়সড় নাশকতার ছক ছিল, শাহিনের কাঁধে ছিল বড় দায়িত্ব
এক-দু'মাস নয়। বিস্ফোরক মজুত করা হচ্ছিল ২ বছর ধরে। আর তা মজুত করছিলেন ধৃত চিকিৎসক শাহিন শাহিদ। গোয়েন্দাদের তদন্তে এই তথ্য সামনে এসেছে। যাবতীয় কেমিক্যালসের দায়িত্ব ছিল শাহিনের উপর। বড়সড় নাশকতার ছক ছিল তাঁদের। শাহিন জইশ-ই-মহম্মদের মহিলা শাখার ভারতীয় প্রধান ছিলেন। তিনি গ্রেফতার হওয়ার পর তাঁর সম্পর্কে নানা তথ্য সামনে আসছে। আল ফলাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নানা তথ্য সামনে এনেছেন। শাহিন বিশ্ববিদ্যালয়ে নিয়মকানুনের পরোয়া করতেন না বলে তিনি মন্তব্য করেন। এদিকে, শাহিনের প্রাক্তন স্বামী জাফর হায়াত জানিয়েছেন, প্রাক্তন স্ত্রীর জঙ্গি-যোগের কথা তিনি বিন্দুমাত্র জানতেন না।
প্রতিবেশী ‘জেঠু’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কীটনাশক খেয়ে আত্মহত্যা কিশোরীর
অভিযুক্তের কঠিন শাস্তির দাবি তুলেছে পরিবার।
India vs South Africa, Playing XI: ইডেন টেস্ট থেকে 'বাদ' ভারতের তারকা ক্রিকেটার? মাথায় হাত সকলের
India vs South Africa Test Match: আগামী ১৪ নভেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। সিরিজের প্রথম ম্য়াচ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স (Eden Gardens) স্টেডিয়ামে খেলা হবে। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই ম্য়াচটা জিতে সিরিজটা শুরু করতে চায়। IND vs SA 1st Test, Eden Gardens Record: ভারত না দক্ষিণ আফ্রিকা, ইডেন গার্ডেন্সে কার পাল্লা ভারী? না জানলে হাত কামড়াবেন এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে উইকেট কিপার - ব্যাটার ধ্রুব জুরেলের টিকিট কার্যত কনফার্ম বলা যেতেই পারে। শোনা যাচ্ছে, ঋষভ পন্থের প্রত্যাবর্তন সত্ত্বেও ধ্রুব জুরেলের জায়গা কার্যত নিশ্চিত বলা যেতে পারে। যদিও ধ্রুব জুরেল টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এলে কার উপরে কোপ পড়বে, সেটাও মোটামুটি নিশ্চিত হয়েই গিয়েছে। এই ব্যাপারে টিম ইন্ডিয়ার কোচ নিজেই মুখ খুলেছেন। IND vs SA 2nd Test, New Time Schedule: বদলে গেল ভারত-আফ্রিকা দ্বিতীয় টেস্টের সময়, না জানলে চরম মিস কলকাতা টেস্টে খেলবেন ধ্রুব জুরেল ২৪ বছর বয়সি ধ্রুব জুরেল আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট ম্য়াচের জোড়া ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন। সেকারণে তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছেন। প্রথম ইনিংসে তিনি অপরাজিত ১৩২ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে নট আউট ছিলেন ১২৭ রানে। এই বিধ্বংসী পারফরম্য়ান্সের পর কলকাতা টেস্টে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে তাঁর আসন কার্যত পাকা বলেই মনে করা হচ্ছে। IND vs SA 1st Test, Pitch Report: টস জিতে ব্যাটিং না ফিল্ডিং, কোন সিদ্ধান্তে লাভবান হবেন শুভমানরা? টিম ইন্ডিয়ার সহকারি কোচ রায়ান টেন দুশখাতে ইডেন টেস্ট ম্য়াচের আগে ধ্রুব জুরেলকে নিয়ে বড়সড় কথা বললেন। তিনি বললেন, 'যদি চলতি সপ্তাহে আয়োজিত টেস্ট ম্য়াচে ধ্রুব জুরেল এবং ঋষভ পন্থ না খেলেন, তাহলে আমি খুব অবাকই হব।' কোচের এই মন্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে কলকাতা টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে (Team India Playing XI) ধ্রুব জুরেলকে দেখতে পাওয়া যাবে। এবার প্রশ্ন হচ্ছে, কার জায়গায় ধ্রুব জুরেলকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে। কোন ক্রিকেটারকেই বা বসতে হবে রিজ়ার্ভ বেঞ্চে? কে বাদ পড়বেন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচে যদি টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ধ্রুব জুরেল এন্ট্রি নেন, সেক্ষেত্রে সাই সুদর্শন এবং নীতীশ কুমার রেড্ডির মধ্যে কোনও একজনকে বাদ দেওয়া হবে। যদি ধ্রুব জুরেলকে ৩ নম্বরে খেলানো হয়, সেক্ষেত্রে সুদর্শনকে প্রথম একাদশের বাইরে রাখা হবে। আর যদি নীচের দিকে ব্যাট করতে পাঠানো হয়, সেক্ষেত্রে নীতীশ কুমার রেড্ডিকে বাদ দেওয়া হতে পারে। তবে সূত্রের খবর, নীতীশ কুমার রেড্ডিকেই হয়ত প্রথম একাদশের বাইরে বসতে হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের সদস্য ছিলেন নীতীশ। কিন্তু, খুব বেশি সুযোগ তাঁকে দেওয়া হয়নি। IND vs SA 1st Test, Security Details: দিল্লিতে বিস্ফোরণ, উত্তপ্ত কলকাতাও! কোন পরিকল্পনায় ইডেনের নিরাপত্তা? প্রথম টেস্ট ম্য়াচের জন্য টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
Messi-Neymar |মায়ামিতে সই করলে মেসির সঙ্গে কলকাতায় নেইমার : শতদ্রু
কলকাতা: বার্সেলোনার বিখ্যাত ‘এমএসএন’ জুটিকে কি চাক্ষুস করবেন বাংলার ফুটবলপ্রেমীরা? ১৩ ডিসেম্বর ভারতীয় ফুটবলের মক্কায় পা রাখছেন আর্জেন্টাইন জাদুকর। সঙ্গে লুইস সুয়ারেজ ও রডরিগো ডি পল আসছেন। তবে এখানেই শেষ নয়, ব্রাজিলিয়ান তারকা নেইমারকেও দেখা যেতে পারে। তবে সেটা সম্ভব হবে, যদি তিনি ইন্টার মায়ামিতে যোগ দেন। অন্তত এমনটাই দাবি করেছেন মেসিকে ভারতে আনার উদ্যোক্তা […] The post Messi-Neymar | মায়ামিতে সই করলে মেসির সঙ্গে কলকাতায় নেইমার : শতদ্রু appeared first on Uttarbanga Sambad .
Delhi Blast |উধাও দিল্লিতে বিস্ফোরণ ঘটানো উমরের দ্বিতীয় গাড়ি! তল্লাশি শুরু পুলিশের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) মূল সন্দেহভাজন উমর উন নবি ওরফে উমর মহম্মদের (Umar Un Nabi) নামে রয়েছে আরও একটি গাড়ি। আর সেই গাড়িটিকেও দিল্লিতে বিস্ফোরণের জন্য ব্যবহারের ছক কষা হয়েছিল। এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। কিন্তু দিল্লির বিস্ফোরণের পর থেকেই লাল রংয়ের ফোর্ড ইকোস্পোর্ট (Ford EcoSport) গাড়িটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। […] The post Delhi Blast | উধাও দিল্লিতে বিস্ফোরণ ঘটানো উমরের দ্বিতীয় গাড়ি! তল্লাশি শুরু পুলিশের appeared first on Uttarbanga Sambad .

24 C