SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

15    C
... ...View News by News Source

এ দেশে পুরুষের বড্ড অভাব, ‘অস্থায়ী স্বামী’ ভাড়া করছেন মহিলারা!

চাহিদা অনুযায়ী পুরুষ সরবরাহ করছে বাণিজ্যিক সংস্থা।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 9:48 pm

বিধানসভায় পার্থের পাশেই আসন সাসপেন্ডেড হুমায়ুনের, বাবরি দানবাক্সে ডলার-রিয়াল-রিঙ্গিতও!

সন্ধ্যা পর্যন্ত হুমায়নের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ কোটি ১০ লক্ষের কিছু বেশি টাকা ঢুকেছে।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 9:46 pm

বাংলা বলায় ভিনরাজ্যে ‘নিগৃহীত’পরিযায়ী শ্রমিকরা, সংসদের অভিষেকের প্রশ্ন এড়াল কেন্দ্র

সংসদেও এই বিষয়ে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 9:33 pm

সংসদে ‘বন্দে মাতরম’হল ‘বন্দে ভারত’, মোদির মুখে ‘বঙ্কিমদা’, উচ্চারণ কী কঠিন!

সংসদের বিশেষ অধিবেশনে কতখানি মর্যাদা পেলেন সাহিত্য সম্রাট?

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 9:32 pm

Top 5 Breaking News In Bengal: 'ভারতীয়দের বাংলাদেশে পুশব্যাক', কোচবিহার থেকে বিএসএফের বিরুদ্ধে 'রনংদেহী' মেজাজে মমতা

Top 5 Breaking News In Bengal: কোচবিহারের প্রশাসনিক সভা থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর বিরুদ্ধে তোপ দেগে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠকে তিনি অভিযোগ করেন, ভারতীয় নাগরিকদের প্রতিবেশী দেশ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “ভারতের নাগরিকদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। রাজ্য পুলিশের উদ্দেশে বলব, ভয় পাবে না। আরও সক্রিয় হতে হবে। নাকা চেকিংয়ে জোর দিন।”তিনি আরও অভিযোগ করেন, সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে। মমতা বলেন, “কোচবিহার সীমান্ত জেলা। সীমান্তে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনও স্বেচ্ছাচারীতা বরদাস্ত করা হবে না। বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশি হয়ে যায় না। বাংলাদেশ একটি দেশ, আর পশ্চিমবঙ্গ একটি রাজ্য। উত্তরপ্রদেশে অনেকেই উর্দু বলেন, পাকিস্তানেও উর্দু বলা হয়। পাকিস্তানে পাঞ্জাব প্রদেশ আছে, ভারতে পাঞ্জাব আছে। দুই পাড়ের মানুষই পাঞ্জাবি বলেন। বাংলার বাসিন্দাদের কেন হয়রানি করা হবে?”এর আগে কলকাতায় উত্তরবঙ্গ যাওয়ার আগে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, সংসদে বন্দে মাতরম প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে “বঙ্কিমদা” বলে উল্লেখ করা হয়েছে। মমতার অভিযোগ, “গতকাল শুনলাম, তাঁরা নাকি নেতাজি, গান্ধীজি, রাজা রামমোহনকেও পছন্দ করেন না! দেশের ইতিহাস জানেন? বাংলার অবদান জানেন?” মমতা অভিযোগ করেন, পুলিশি টহলদারি কমে গিয়েছে। তিনি বলেন, “আগে একেকটি এলাকায় দিনে তিন-চার বার পুলিশের ভ্যান দেখা যেত। সেটা এখন যাচ্ছে না। এটা ঠিক নয়। দিন-রাত টহলদারি বাড়াতে হবে।” (SIR) চলাকালীন ব্লু লেভেল অফিসারদের (BLO) সঙ্গে সব দপ্তরকে সহযোগিতার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দিয়ে বলেন, ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে যথাযথ নজর দিতে হবে। “অনেকের নাম ঠিকভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না। অনেকেই বাংলার বাইরে বিয়ে করেছেন। পরিযায়ী শ্রমিকদেরও সমস্যা হচ্ছে,”।তিনি আরও জানান, রাজ্যে SIR চলাকালীন এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে তিনজন BLO। অন্যান্য রাজ্য মধ্যপ্রদেশ, গুজরাট, কেরলেও মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “আগে SIR শেষ করতে দুই বছর সময় লাগত। এখন দুই মাসেই শেষ করতে বলছে। এটা কীভাবে সম্ভব? বিজেপি যা খুশি তাই করছে।” মুখ্যমন্ত্রী বলেন, অনেক রাজবংশী লোককে অসম থেকে এনআরসির নোটিস পাঠানো হয়েছে। যার প্রতিবাদও জানিয়েছি।” এই প্রসঙ্গে রাজ্য পুলিশকে সতর্ক করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, অসম সরকারের কোনও অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানোর। পুলিশকেও আমার বলা থাকল, অন্য রাজ্য থেকে এসে আমার রাজ্যের লোককে যেন গ্রেফতার করে নিয়ে যেতে না পারে। এটা দেখার দায়িত্ব আপনাদের।” পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়ায় তদারকির জন্য অতিরিক্ত পাঁচজন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন (ECI)। খুব শিগগিরই এঁরা রাজ্যে পৌঁছে SIR -এর অগ্রগতি খতিয়ে দেখবেন।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৭,৬৬,২৩,৬৯০টি ফর্ম বিতরণ করা হয়েছে, যার মধ্যে ৭,৬৩,৬০,৮৯৭টি ডিজিটাইজড সম্পন্ন।য়েকদিন আগেই অবসরপ্রাপ্ত আইএএস এবং কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের প্রাক্তন সচিব ড. সুব্রত গুপ্তকে স্পেশাল রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করেছিল কমিশন। পাশাপাশি পশ্চিমবঙ্গ ক্যাডারের ১২ জন কর্মরত আইএএস আধিকারিককেও SIR প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক জোরালো হয়েছে। বাংলার নবজাগরণের অন্যতম প্রধান কান্ডারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লোকসভায় দাঁড়িয়ে ‘বঙ্কিমদা’ সম্বোধন করায় বিজেপির 'বাঙালি বিদ্বেষ' ইস্যুতে বিজেপিকে তুলোধোনা তৃণমূলের। মোদীর এই মন্তব্যের তীব্র আপত্তি জানানো হয়েছে তৃণমূলের তরফে। পশ্চিমবঙ্গের শাসকদলের দাবি, বহুদিন ধরেই বাংলার মনীষীদের অপমান করে আসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কখনও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ভুল বলে সমালোচিত হয়েছেন জে.পি. নাড্ডা, কখনও স্বামী বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছে বিজেপি। এমনকি অমিত শাহের রোডশো'র সময় ভেঙে দেওয়া হয়েছিল বিদ্যাসাগরের মূর্তিও, এমনই অভিযোগ শাসকদলের। এবার সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিম দা' বলায় সুর চড়িয়েছে তৃণমূল। উল্লেখ্য সোমবার লোকসভার শীতকালীন অধিবেশনে ‘বন্দে মাতরম্’ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধনের ঘটনায় তৃণমূল সরাসরি বিজেপির বাংলাবিরোধী মনোভাবের প্রমাণ বলেই কটাক্ষ করেছে। মোদীর মন্তব্য থামিয়ে বিরোধিতায় সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “অন্তত বঙ্কিমবাবু বলুন।” আপত্তির পরই নিজের সম্বোধন বদলে নেন প্রধানমন্ত্রী। তাতেই মোদী নিজের বক্তব্য থামিয়ে আপত্তি মেনে নেন। তিনি বলেন, “ঠিক আছে, বঙ্কিমবাবু বলছি। আপনার অনুভূতিকে সম্মান জানাই।” পরে খানিক রসিকতার সুরে তিনি যোগ করেন, “তবে আপনাকে দাদা বলে ডাকতে পারি তো? নাকি তাতেও আপত্তি আছে?”তবে তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, “মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বললেন, তাতে মনে হল যেন 'চায়ের আড্ডা'য় বসে চলছে আলাপ-চারিতা। বাংলা ও বাঙালি এটাকে ভালভাবে নেয়নি।” দেশজুড়ে ইন্ডিগো বিমান বিভ্রাটের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমান যাত্রীদের অতিরিক্ত দুর্ভোগের জন্য কেন্দ্রীয় সরকারের দিকে তীব্র অভিযোগ তোলেন। তিনি বলেন, “পাইলটদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করলে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। সাধারণ যাত্রীরা হয়রান হচ্ছেন। কোনো নির্দেশ দেওয়ার আগে বিকল্প ব্যবস্থা রাখা জরুরি। সাধারণ মানুষের দিকটা তো ভাবতে হবে।”মুখ্যমন্ত্রী আরও বলেন, “তিন হাজার টাকার টিকিট এখন ৫০ হাজার টাকায় পৌঁছে গেছে। এমন অচলাবস্থা আমি আগে কখনও দেখিনি। এটি সত্যিই একটি বিপর্যয়।” কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিমান বদলে ট্রেনে যেতে বললেই তো হবে না। ট্রেনেরও তো টিকিট নেই। এমন ব্যবস্থা করা উচিত যাতে অন্তত অর্ধেক বিমান চালানো যায়। দেশের কথা চিন্তা নেই, শুধু ভোট আর ইভিএম নিয়ে বিজেপি সরকার ভাবছে।”উল্লেখ্য, দেশের বিভিন্ন বিমানবন্দরগুলি আজও ইন্ডিগোর বিভ্রাটে অচল। সপ্তম দিনেও ৩০০-এর বেশি উড়ান বাতিল হয়েছে। শুধুমাত্র দিল্লি বিমানবন্দরে বাতিল হয়েছে ১৩৪টি বিমান। সোমবার সকাল পর্যন্ত বাতিল হওয়া বিমানের সংখ্যা পৌঁছেছে ৩৬০। এর আগে রবিবারও ইন্ডিগো ৬৫০টি বিমান বাতিল করেছিল। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার ব্রিগেড পারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল 'পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ'। এরই পালটা 'লক্ষ কন্ঠে কোরান পাঠের' ঘোষণা হুমায়ুন কবীরের। ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে এই অনুষ্ঠান হতে চলেছে বলেই হুঙ্কার ছোঁড়েন ভরতপুরের বিধায়ক। তিনি বলেন, 'কোরান পাঠের পর মাংস ভাত খাইয়ে বাবরি মসজিদের কাজ শুরু করব'। বিজেপিকে নিশানা করে হুমায়ুন কবীর আরও বলেন, বাংলা দখল করার জন্য বিজেপি গীতা পাঠের আয়োজন করেছে। এই পরিস্থিতিতে সম্প্রীতির ডাক দিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর তরফে অনুষ্ঠানের আয়োজন করা হলেও গতকালের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই নিয়ে এবার খোঁচা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অধীর বলেন, গীতা পাঠ হোক বা মসজিদ নির্মাণ, নিজের নিজের ধর্ম পালন করার অধিকার সকলের আছে। এসব ছাড়াও বাংলায় আরও সমস্যা আছে সেগুলিকে গুরুত্ব দিতে হবে। তবে যেটা দরকার সেটা হল বাতাবরণটা সম্প্রীতির হতে হবে। কিন্তু সেটা হচ্ছে বলে মনে হচ্ছে না। আমরা একে অপরের বন্ধু হতে না পারলে বাইরের শক্তির হাত শক্ত হবে। দায়িত্ব সকলের এই দেশকে সুস্থ সবল স্বাভাবিক রাখার। বাংলা এমনিতেই পিছিয়ে গেছে এরপর অতল গহ্বরে তলিয়ে যাবে। সময় এসেছে এবার ভাবার। আরও পড়ুন- 'মুনাফাকে অগ্রাধিকার, শিকেয় নিরাপত্তা', ইন্ডিগো বিভ্রাটের মাঝে পাইলটস অ্যাসোসিয়েশনের বিস্ফোরক মন্তব্য আরও পড়ুন- West Bengal News Live Updates: 'সংবিধানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল',বন্দে মাতরম নিয়ে লোকসভায় ঝাঁঝালো মন্তব্য মোদীর আরও পড়ুন- Weekend getaway: কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টায় পৌঁছোন স্বপ্নের স্বর্গে! বাংলার এই প্রান্ত শীতকালীন পর্যটনের বিরল রত্ন আরও পড়ুন- Corona Remedies IPO শুরু হতেই হুড়োহুড়ি! লিস্টিংয়ে ‘বড় ধামাকা’ ইঙ্গিত GMP–র আরও পড়ুন- ইন্ডিগো বিভ্রাটের জের, সংকটে হাজার হাজার যাত্রী, কোন যুক্তিতে হস্তক্ষেপে অস্বীকার সুপ্রিম কোর্টের?

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 9:30 pm

Japan |জাপানে শক্তিশালী ভূমিকম্প, আঘাত হানল সুনামি! দ্রুত পদক্ষেপ সরকারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার উত্তর জাপানের উপকূলে আঘাত হেনেছে ৭.৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। এই কম্পনের জেরে উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আছড়ে পড়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা (JMA)। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জাপানের হোনশু দ্বীপের উত্তরতম প্রদেশ আওমোরি-র ঠিক পূর্বে এবং হোক্কাইডো দ্বীপের সামান্য দক্ষিণে।এই ভূমিকম্পের দরুন হোক্কাইডো প্রদেশের […] The post Japan | জাপানে শক্তিশালী ভূমিকম্প, আঘাত হানল সুনামি! দ্রুত পদক্ষেপ সরকারের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 9:29 pm

‘১৮ হাজার বেতনে তিনজনের কাজ’! ইন্ডিগো কর্মীর খোলা চিঠির ছত্রে ছত্রে দুর্দশার গল্প

শনিবার এলবার্স এবং ইসিদ্রোকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ডিজিসিএ।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 9:25 pm

‘ওদের হাতে লক্ষ মানুষের রক্ত’, বলছেন খালেদাপুত্র, জামাত জুজুতে ভীত বিএনপি?

পদ্মাপাড়ের রাজনৈতিক অঙ্ক ক্রমশ জটিল হচ্ছে।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 9:16 pm

Berhampore |হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পঃ ‘টাকার পাহাড়’ গুনতে আনা হল মেশিন!

পরাগ মজুমদার,বহরমপুর: হুমায়ুন কবীরের বাবরি মসজিদ শিলান্যাস ইস্যুকে কেন্দ্র করে জমে উঠেছে রাজ্য রাজনীতির আঙিনা। কয়েকশো কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙার বুকে এই বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পে। আর সেই উপলক্ষে দেশের নানান প্রান্ত থেকে শুরু করে বিদেশ থেকেও বহু মানুষ ও শিল্পপতি কোটি কোটি টাকা অনুদান পাঠাতে শুরু করেছেন। আর সেই ‘পাহাড় প্রমাণ’ […] The post Berhampore | হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পঃ ‘টাকার পাহাড়’ গুনতে আনা হল মেশিন! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 9:08 pm

Goa Night club Fire |ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

শিলিগুড়ি: রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন (Goa Night club Fire) লেগে মৃত্যু হয়েছে বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। মাত্র দু’বছর আগে ওই নাইট ক্লাবে রাঁধুনির কাজে যোগ দিতে গিয়েছিলেন সুভাষ ছেত্রী। গতকাল যখন এই ঘটনা ঘটে তখন রান্নাঘরে রান্নার কাজে ব্যাস্ত ছিলেন সুভাষ। বাড়িতে শুধুমাত্র তার মা টঙ্কমায়া ছেত্রী রয়েছেন। গোটা ঘটনায় কান্নায় […] The post Goa Night club Fire | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 9:00 pm

১৫ বছর বাদে আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল, ফের ব়্যাঞ্চো-রাজু, ফারহানের ‘দোস্তি’দেখবে দুনিয়া

ছাব্বিশের বড় চমক! কবে শুটিং শুরু করছেন আমির-করিনারা?

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 8:50 pm

‘খেপের প্লেয়াররা এর থেকে ভালো’, সুপার কাপে ইস্টবেঙ্গলের হারে হিরোশিকে তোপ অ্যালভিটোর

হামিদকে নিয়ে কী মত লাল-হলুদ প্রাক্তনীর?

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 8:31 pm

Household Tips |একটুখানি নুন আর লেবু দিয়েই হবে চটজলদি মুসকিল আসান। কীভাবে? রইল টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সারাদিনের ব্যস্ততায় বাড়ির সমস্ত কোণের ধুলোবালি ঝেড়ে একদম সাফ রাখা বেশ চ্যালেঞ্জিং বিষয়। গেরস্থালির বিভিন্ন জিনিস পরিষ্কার করতে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন আপনার রান্নাঘরে থাকা একটুখানি নুন আর লেবুর উপর। নানা সমস্যার সমাধানে একটুখানি নুন আর লেবু দিয়েই হবে চটজলদি মুসকিল আসান। কীভাবে? রইল টিপস। জামাকাপড়ে কোনও জেদি দাগ […] The post Household Tips | একটুখানি নুন আর লেবু দিয়েই হবে চটজলদি মুসকিল আসান। কীভাবে? রইল টিপস appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 8:30 pm

Zelenskyy India Visit |পুতিন ফিরতেই জল্পনা তুঙ্গে! ভারতে পা রাখছেন জেলেনস্কি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ৩ বছর ধরে চলতে থাকা রুশ-ইউক্রেন যুদ্ধে এবার শান্তির পথ খুঁজতে ভারতে পা রাখছেন জেলেনস্কি (Zelenskyy)! জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে ভারত সফরে আসছেন জেলেনস্কি। যদিও দিনক্ষণ এখনও চুড়ান্ত হয়নি। তবুও কেন্দ্রের তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরের পর ইউক্রেনের প্রেসিডেন্টের ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে […] The post Zelenskyy India Visit | পুতিন ফিরতেই জল্পনা তুঙ্গে! ভারতে পা রাখছেন জেলেনস্কি? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 8:26 pm

Humayun Kabir Property: কলকাতায় ফ্ল্যাট, গ্যারাজে গাড়ি, কত লক্ষের সম্পত্তির মালিক হুমায়ুন কবীর?

Humayun Kabir: আয় যাই হোক, হুমায়ুনের বিনিয়োগের অঙ্ক কিন্তু অনেকটাই বেশি। ৪ লক্ষ ৬৩ হাজার টাকার একটি জীবনবিমা ছিল তাঁর নামে। অপর একটি বিমার অঙ্ক ১ লক্ষ ৯৯ হাজার টাকা। ৩ লক্ষ ও ২ লক্ষ টাকার আরও দুটি বিমার কথাও উল্লেখ আছে হলফনামায়।

টিভি 9 বাংলা 8 Dec 2025 8:24 pm

‘৯৯৯ বা ৯৯৯৯, অপমানের তালিকা বানান, এবার নেহরু-তর্ক শেষ করুন’! মোদিকে বললেন প্রিয়াঙ্কা

লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনায় সরাসরি জওহরলাল নেহরুকেই নিশানা করেছিলেন নরেন্দ্র মোদি। এ বার তার জবাব দিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 8:22 pm

Balurghat |ট্র্যাক্টর দিয়ে প্রেমিকাকে খুন করে দেহাংশ জমিতে পুঁতে ছিল প্রেমিক, অবশেষে যাবজ্জীবন কারদন্ডের সাজা ঘোষণা গুণধরের

বালুরঘাট: বিবাহ বহির্ভূত সম্পর্কের অবনতিতে ট্র্যাক্টর দিয়ে প্রেমিকার দেহাংশ ছিন্নভিন্ন করে নৃশংসভাবে খুন করেছিল প্রেমিক। পরে ওই দেহাংশের টুকরো মাটির সঙ্গে মিশিয়ে খুনের প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। ২০২৪ সালের জুন মাসের ওই খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া সাদ্দাম হোসেন মোল্লাকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল বালুরঘাট আদালত। ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও […] The post Balurghat | ট্র্যাক্টর দিয়ে প্রেমিকাকে খুন করে দেহাংশ জমিতে পুঁতে ছিল প্রেমিক, অবশেষে যাবজ্জীবন কারদন্ডের সাজা ঘোষণা গুণধরের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 8:18 pm

ঘন ঘন কাশি ভোগাচ্ছে? বাড়িতেই রয়েছে সহজ সমাধান

দুম করেই কাশি কমানোর সিরাপ কিনে ফেলেছেন। তাতে উপকার তো হচ্ছেই না, উল্টে কাশি বাড়ছে আরও। সারাদিন ঘুম, ঘুম, ভাব। ভাবছেন কি করবেন? চিন্তা নেই, বাড়িতেই রয়েছে এমন কিছু উপাদান, যা দিয়ে খুব সহজেই দূর হবে এই সমস্যার। কী করবেন? রইল সহজ টিপস।

টিভি 9 বাংলা 8 Dec 2025 8:16 pm

পয়লা বৈশাখ হোক পশ্চিমবঙ্গের ‘প্রতিষ্ঠা দিবস’, রাজ্যসভায় জোরাল দাবি ঋতব্রতের

২০২৩ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় ১ বৈশাখকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে প্রস্তাব পাশ হয়েছিল।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 8:14 pm

বাড়ির বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আঘাত, হাসপাতালে চিকিৎসাধীন পার্থ

গত কয়েকমাস আগেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 8:11 pm

‘ইক্কিস দেখুক ভারত-পাকিস্তান’, জীবনের শেষ দিনের শুটিংয়ে কী বলেন ধর্মেন্দ্র? প্রকাশ্যে ভিডিও

শেষ ছবিতে দুই দেশকে মিলিয়ে দেওয়ার বার্তা দেন ধর্মেন্দ্র?

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 8:09 pm

‘অনেক সুযোগ দিয়েছি’, সঞ্জুর ওপেনে ফেরার রাস্তা বন্ধ করলেন সূর্য, রিঙ্কুকে বাদ দেওয়ার কী যুক্তি?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামার আগে জরিমানা টিম ইন্ডিয়ার।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 8:03 pm

Changrabandha |নিম্নমানের সামগ্রীর ব্যবহার! চ্যারাবান্ধা বাজারের দুর্গামণ্ডপের নির্মাণকাজ বন্ধ করল বিজেপি

চ্যাংরাবান্ধা: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে চ্যাংরাবান্ধা বাজারে অতি প্রাচীন দুর্গামণ্ডপ পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। আর এদিকে সোমবার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে,এই অভিযোগ তুলে বিজেপি নেতৃত্ব কাজ বন্ধ করে দিয়েছেন। বিজেপির মেখলিগঞ্জ উত্তর মন্ডলের সম্পাদক সন্তোষ ঠাকুর,যুব নেতা শুভময় ঘোষ সহ অন্যান্যরা চ‌্যাংরাবান্ধা বাজারের নির্মীয়মান […] The post Changrabandha | নিম্নমানের সামগ্রীর ব্যবহার! চ্যারাবান্ধা বাজারের দুর্গামণ্ডপের নির্মাণকাজ বন্ধ করল বিজেপি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 8:03 pm

Smartphone Before 12: ১২ বছরের আগে স্মার্টফোন দিলে শিশুদের স্বাস্থ্যের সমস্যা বাড়তে পারে, জানাল গবেষণা

Smartphone Children: আধুনিক যুগে স্মার্টফোন শুধু বড়দের নয়, খুব অল্পবয়সি শিশুদের হাতেও পৌঁছে গেছে। স্কুলের পড়াশোনা, যোগাযোগ বা বিনোদনের জন্য অনেক পরিবারে শিশুরা খুব ছোট বয়সেই নিজের ফোন পেয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, এটি কি তাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ? নতুন এক গবেষণা জানাচ্ছে উদ্বেগের কথা। বিশেষজ্ঞদের মতে, ১২ বছরের আগে স্মার্টফোন হাতে পাওয়া শিশুদের শারীরিক ও মানসিক—দুই ধরনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি বড় গবেষণায় দেখা গেছে, যেসব শিশু ১২ বছর হওয়ার আগেই স্মার্টফোন পেয়েছে, তাদের মধ্যে অবসাদ, স্থূলতা এবং নিয়মিত ঘুমের সমস্যা বেশি দেখা গেছে। এই গবেষণায় ১০,০০০-এরও বেশি শিশুর দীর্ঘমেয়াদি তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যা শিশুদের মস্তিষ্কের বিকাশ ও আচরণ নিয়ে এখন পর্যন্ত অন্যতম বৃহৎ স্টাডি হিসেবে বিবেচিত। গবেষকরা দেখেছেন, শিশুর বয়স যত কম থাকে, স্মার্টফোনের প্রভাব তত বেশি গভীর হয়। যারা ১২ বছর হওয়ার আগেই ফোন পেয়েছে, তাদের ঘুম ব্যাহত হওয়া, অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং মানসিক অস্থিরতা বেশি দেখা গেছে তাঁদের তুলনায়, যাঁরা এই বয়স পর্যন্ত ফোন পায়নি। আরও পড়ুন- প্রতিদিন সকালে আলু পরোটা খাচ্ছেন? জানুন, কী বলছেন পুষ্টিবিদরা বিশেষজ্ঞদের মতে, এই ফলাফল কারণ-পরিণাম সরাসরি প্রমাণ করে না, তবে সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের হাতে ফোন গেলে তারা ঘুমানোর সময় ফোন ব্যবহার করে, রাতে স্ক্রিনের আলো চোখে পড়ায় ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়। একইসঙ্গে ফোনে সময় দেওয়ার কারণে তারা বাইরে খেলাধুলা কম করে, ফলে তাদের শারীরিক নড়াচড়া কমে যায়। এতে ক্যালোরি খরচ কমে গিয়ে ওজন দ্রুত বাড়ে। সামাজিক যোগাযোগও কমে যেতে পারে, কারণ বাস্তব বন্ধুদের সঙ্গে সময় কাটানোর বদলে তারা স্ক্রিনে সময় দেয় বেশি। আরও পড়ুন- শরীরে ফাইবারের অভাব? সংকেত দেয় দেহ, দেখেও বুঝতে পারেন না ৯৯ শতাংশ মানুষ গবেষকরা আরও বলেন, কিশোর বয়স এমন একটি সময় যখন মানসিক ও শারীরিক বিকাশ দ্রুত ঘটে। এই সময়ে ঘুম, শারীরিক ব্যায়াম ও সামাজিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোনের অতিরিক্ত ব্যবহার এ তিনটির ওপরেই নেতিবাচক প্রভাব ফেলে। আর সেই পরিবর্তনগুলো ভবিষ্যতে আরও বড় মানসিক চাপে পরিণত হতে পারে। আরও পড়ুন- তিন মাস ধরে পালন করুন এই ২ রুটিন, মেদ তো কমবেই, বিরাট পরিবর্তন ঘটতে পারে শরীরে! যা বলছে গবেষণা গবেষণায় আরও দেখা গেছে, যেসব শিশু ১২ বছর বয়স পর্যন্ত ফোন পায়নি, তাদের মধ্যে মানসিক স্থিতিশীলতা তুলনামূলক বেশি থাকে। কিন্তু একবছর পরে যখন কিছু শিশু ফোন পায়, তখন তাদের মানসিক স্বাস্থ্য আগের তুলনায় খারাপ হতে শুরু করে। তারা সহজেই বিরক্ত হয়, মনোযোগ কমে যায়। অথবা রাতে ঠিকমতো না ঘুমানোর মতো সমস্যা বাড়তে থাকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 8:00 pm

Baba Ramdev Health Tips: খাবারেই লুকিয়ে সুস্বাস্থ্যের চাবিকাঠি, ফিট থাকার মন্ত্র শেখালেন বাবা রামদেব

বাবা রামদেবের মতে, বেশিরভাগ মানুষই জানেন না যে কীভাবে লিভার, কিডনি, অন্ত্র, অগ্ন্যাশয়, ফুসফুস, হৃদযন্ত্র, মস্তিষ্ক, থাইরয়েড, প্রস্টেট, জরায়ু, ডিম্বাশয়, প্রজনন অঙ্গ, কঙ্কাল এবং সংবহনতন্ত্রকে ভালো রাখা যায়। আর এর কারণ হল, তাঁরা খাবার খাওয়ার সময় প্রয়োজনীয় বিষয়গুলির প্রতি মনোযোগ দেন না।

টিভি 9 বাংলা 8 Dec 2025 8:00 pm

ইরানের মতো ব্রাজিলের পথেও হাজার হাজার মহিলা, বিক্ষোভে উত্তাল রিও, কী দাবি তাঁদের?

বহু পুরুষও অংশগ্রহণ করেছেন এই প্রতিবাদে।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 7:54 pm

গ্রহের দুর্বল অবস্থানে ভাগ্য সংকট? জন্মতারিখ মিলিয়ে শ্রীমদ্ভগবদ্‌গীতা পাঠেই মিটবে সমস্যা

জন্মছক মেনে গীতার কোন অধ্যায় পাঠ করবেন?

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 7:54 pm

Gangarampur |অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে! গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

গঙ্গারামপুর: উচ্চমাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের পড়ুয়াদের ফর্ম ফিলাপে অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ উঠল গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে। ঘটনার দরুন বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। যদিও পরবর্তীতে পরিবেশ স্বাভাবিক হয়। পড়ুয়াদের অভিযোগ, পর্ষদের নির্ধারিত ফি-র বাইরেও পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। পড়ুয়ারা তার প্রতিবাদ করায় কিছুটা ফি কমাতে বাধ্য হয় স্কুল […] The post Gangarampur | অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে! গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 7:46 pm

TMC: মোটা টাকা ঘুষ নিচ্ছেন তৃণমূল নেতা? ভিডিয়ো পোস্ট সুকান্তর, দেখুন…

এরপরই এই ছবি টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নিজে। তবে ছবির সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। যদিও অভিযুক্ত উপপ্রধান প্রবীর দাসের দাবি, যে টাকা নেওয়ার ছবি ভাইরাল হয়েছে সেটা ব্যবসার টাকা।

টিভি 9 বাংলা 8 Dec 2025 7:44 pm

হাসিনা পরবর্তী বাংলাদেশে সক্রিয় এরশাদের দল! নতুন জোট গড়ে ভোটের ময়দানে জাতীয় পার্টি

২০টি দল এই ফ্রন্টে থাকছে বলে জানা গিয়েছে।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 7:40 pm

Suvendu Adhikari: কবে হবে ছাব্বিশের বিধানসভা ভোট? জানালেন শুভেন্দু

BJP Leader Suvendu Adhikari: এদিনই তিনজন শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেক্টের যে টাকা বরাদ্দ করেছেন, উনি জানেন যে সেই টাকা দিতে হবে না। কারণ, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই ভোট ঘোষণা হয়ে যাবে। এক-দুদিন এদিক ও দিক হতে পারে। যদিও, পুরোটাই কমিশনের ব্যাপার। গত ২০২১ এর ভোটের নীরিখে এই দিনের কথা বলেছেন তিনি।

টিভি 9 বাংলা 8 Dec 2025 7:35 pm

সলমনের সঙ্গে হাত মেলাতেই খুনের হুমকি দিচ্ছে বিষ্ণোই গ্যাং! পুলিশের দ্বারস্থ ‘ভীত’পবন সিং

সলমনের সঙ্গে হাত মিলিয়ে মহাফাঁপড়ে! পুলিশের কাছে জোড়া অভিযোগ দায়ের ভোজপুরী তারকার।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 7:30 pm

Siliguri |কম্পিউটার নেই, তথ্য আপলোডে সমস্যা! বিপাকে শিক্ষকরা

তমালিকা দে, শিলিগুড়ি: শুধু পড়ুয়াদের শিক্ষাদানই নয়, স্কুলের যাবতীয় তথ্য পোর্টালে আপলোড করতে হয় প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু সিংহভাগ স্কুলেই নেই কম্পিউটার। ফলে নিজেদের মোবাইল ফোনে এই কাজ করতে হচ্ছে তাঁদের এবং তা করতে গিয়ে বিস্তর সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পড়ুয়া উপস্থিতি, মিড-ডে মিল থেকে পড়ুয়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করতে হয় বাংলার শিক্ষা পোর্টালে। […] The post Siliguri | কম্পিউটার নেই, তথ্য আপলোডে সমস্যা! বিপাকে শিক্ষকরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 7:28 pm

Idli |ঘনঘন ইডলি খাচ্ছেন? এতে শরীরের ক্ষতি হচ্ছে নাকি উপকার?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যারা অফিসে যান বা কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা দুপুরে ভাত খাওয়ার পরিবর্তে ইডলিকেই (Idli) বেছে নেন। তেলমশলা ছাড়া দক্ষিণি এই খাবারের চাহিদা রয়েছে বেশ। তবে ঘনঘন ইডলি খেলে শরীরের ক্ষতি নাকি উপকার হবে? তা জেনে নিন। অনেকে মনে করেন ইডলি চাল দিয়ে তৈরি বলে এতে শর্করা বেশি। তাই এটি খেলে ওজন বাড়তে পারে। […] The post Idli | ঘনঘন ইডলি খাচ্ছেন? এতে শরীরের ক্ষতি হচ্ছে নাকি উপকার? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 7:23 pm

CAB School Cricket: তিন ম্যাচে দুটো ডাবল সেঞ্চুরি! চমকে দিচ্ছে বাটানগরের ছেলে

CAB Mayors Cup: প্রথম ম্যাচেই বারুইপুর হাইস্কুলের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করে স্বর্ণায়ন। ২০৪ রানে অপরাজিত থাকে। ডন বস্কোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ২৬ রানে আউট হয়। তৃতীয় ম্যাচে ফের ডাবল সেঞ্চুরি। সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের বিরুদ্ধে অপরাজিত ২৬৮ রানের ইনিংস। দলের স্কোর যেখানে ৩৩৭,সেখানে স্বর্ণায়ন একাই ২৬৮!

টিভি 9 বাংলা 8 Dec 2025 7:23 pm

Chandrakona: লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি হয়েছিল মার্কেটিং কমপ্লেক্স, তার অবস্থা দেখুন…

অর্থাৎ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে ভুল পরিকল্পনা ও দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। লক্ষাধিক টাকা ব্যায়ে নির্মাণ করা হয় লালগড় মার্কেট কমপ্লেক্স। কমপ্লেক্স উদ্বোধনের পর থেকে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে মার্কেটিং কমপ্লেক্স। কারণ, কেউ এগিয়ে আসছে না এই মার্কেটিং কমপ্লেক্সে ব্যবসা করার জন্য।

টিভি 9 বাংলা 8 Dec 2025 7:16 pm

Dalkhola |বেহাল জাতীয় সড়ক, বাইক থেকে ছিটকে পড়লেন গর্ভবতী মহিলা! 

ডালখোলা: খানাখন্দে ভরা ২৭ নম্বর জাতীয় সড়ক। আর এহেন বেহাল সড়কে দুর্ঘটনার শিকার হলেন এক গর্ভবতী মহিলা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার অসুরাগর এলাকায়। জানা গিয়েছে, এদিন দুর্ঘটনার দরুন একটি চলন্ত বাইক থেকে ছিটকে পড়েন ওই মহিলা এবং বাইক চালক। জখম অবস্থায় তড়িঘড়ি ২ জনকে উদ্ধার করে কিশনগঞ্জের মাতা গুজারিলাল নন্দা মেডিকেল কলেজ ও […] The post Dalkhola | বেহাল জাতীয় সড়ক, বাইক থেকে ছিটকে পড়লেন গর্ভবতী মহিলা! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 7:15 pm

Aloo Paratha Effect: প্রতিদিন সকালে আলু পরোটা খাচ্ছেন? জানুন, কী বলছেন পুষ্টিবিদরা

Aloo Paratha Effect: প্রতিদিন সকালে গরম ধোঁয়া ওঠা আলু পরোটা খাওয়া যেন দিনের এক বিশেষ শুরু। বাইরে খটখটে, ভেতরে নরম, সুগন্ধি মশলার স্বাদ—খাবার টেবিলে এমন পরোটা দেখলে যে কারও মন ভালো হয়ে যায়। কিন্তু প্রতিদিন ব্রেকফাস্টে এটি খেলে শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে, তা অনেকেই ঠিকঠাক জানেন না। বিষয়টি শুধু স্বাদের নয়, বরং আপনার শরীর প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট প্যাটার্নে কীভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটিও গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে, আলু পরোটা এমন একটি খাবার যা একদিকে শক্তি দেয়, অন্যদিকে কিছু দীর্ঘমেয়াদি ঝুঁকিও তৈরি করতে পারে, বিশেষ করে এটি যদি নিয়মিত অভ্যাস হয়ে যায়। আলু পরোটা আলু পরোটা উচ্চমাত্রার কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হওয়ায় এটি দ্রুত শক্তি দেয় এবং কয়েক ঘণ্টা পেট ভরাট রাখে। তবে প্রতিদিন সকালে এটি খেলে রক্তে শর্করা দ্রুত বৃদ্ধি পায়, যা শরীরের ইনসুলিনের ওপর চাপ ফেলে। দীর্ঘদিন এমন চললে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। তাছাড়া গমের আটা, আলু এবং রাঁধার সময় ব্যবহৃত তেল, মাখন বা ঘি—সব মিলিয়ে খাবারটি ক্যালরি-সমৃদ্ধ হয়ে ওঠে। কেউ যদি খুব কম শারীরিক পরিশ্রম করেন, তবে এই অতিরিক্ত ক্যালরি সহজেই শরীরে চর্বি হিসেবে জমতে শুরু করে এবং ওজন বাড়ায়। আরও পড়ুন- শরীরে ফাইবারের অভাব? সংকেত দেয় দেহ, দেখেও বুঝতে পারেন না ৯৯ শতাংশ মানুষ যাঁদের লাইফস্টাইল বেশ সেডেন্টারি, অর্থাৎ যাঁরা অফিসে বসে কাজ করেন বা খুব কম হাঁটেন, তাঁদের ক্ষেত্রে নিয়মিত পরোটা খাওয়ার প্রভাব আরও বেশি নেতিবাচক হতে পারে। উচ্চ কার্বোহাইড্রেট দ্রুত শক্তি দিলেও কিছু সময় পরই ক্লান্তি, মাথা ঝিমঝিম করা বা খিদে পেয়ে যাওয়ার মতো অনুভূতি তৈরি হয়, যাকে বলা হয় 'এনার্জি ক্র্যাশ'। কয়েক সপ্তাহ বা মাস ধরে এভাবে চলতে থাকলে শরীর ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের দিকে এগোয়, যা ডায়াবেটিস এবং হার্টের সমস্যার ঝুঁকি বাড়ায়। আরও পড়ুন- তিন মাস ধরে পালন করুন এই ২ রুটিন, মেদ তো কমবেই, বিরাট পরিবর্তন ঘটতে পারে শরীরে! তবে আলু পরোটার প্রভাব সম্পূর্ণই আপনি কীভাবে এটি খান, তার ওপর নির্ভর করে। পুষ্টিবিদরা বলেন, যদি নিয়মিত পরোটা খানই, তবে এটি অবশ্যই দই, সবজি, সালাদ কিংবা প্রোটিন-সমৃদ্ধ কোনও খাবারের সঙ্গে মিলিয়ে খেতে হবে। দই শরীরে ঠান্ডা প্রভাব ফেলে এবং উচ্চ কার্বোহাইড্রেটের হজমশক্তিকে ধীর করে, ফলে রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে না। অন্যদিকে সালাদ বা সেদ্ধ সবজি ফাইবার যোগ করে, যা হজম ভালো রাখে এবং আপনাকে দীর্ঘসময় পেট ভরা রাখতে সাহায্য করে। কিন্তু অনেকেই আলু পরোটার সঙ্গে মাখন, ঘি বা চিনিযুক্ত আচার খান, যা খাবারের ক্যালোরি কয়েকগুণ বাড়িয়ে দেয় এবং শরীরের ওপর অতিরিক্ত চাপ ফেলে। আরও পড়ুন- কোন ডাল সবচেয়ে সহজপাচ্য? জেনে নিন বিশেষজ্ঞের থেকে কিছু মানুষ প্রতিদিন পরোটা খেলেই অ্যাসিডিটি, গ্যাস বা হজমের সমস্যা তৈরি হয়। নিয়মিত তেলযুক্ত খাবার খেলে পাকস্থলিতে জ্বালাপোড়া, অস্বস্তি বা ফাঁপা ভাব তৈরি হতে পারে। যাঁদের আগে থেকেই অ্যাসিডিটি বা হজমের সমস্যা আছে, তাঁদের জন্য প্রতিদিন সকালে পরোটা খাওয়া আরও বিরক্তিকর সমস্যা তৈরি করতে পারে। তাছাড়া যাঁদের কোলেস্টেরল বেশি বা হার্টের সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত তেল ও ঘি ব্যবহারের কারণে শারীরিক সমস্যা আরও বাড়তে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 7:10 pm

Raw Tomatoes |শীতে সবুজ টমেটো বেশি খাচ্ছেন? এতে শরীরের কী কী উপকার হচ্ছে জেনে নিন…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সারাবছরই বাজারে পাওয়া যায় টমেটো। স্যালাড, চাটনি থেকে শুরু করে তরকারিতেও দেওয়া হয় এই সবজি। তবে শীত পড়লে লালের চেয়ে সবুজ টমেটো অর্থাৎ কাঁচা টমেটোর (Raw Tomatoes) চাহিদাই বেশি থাকে। এই ধরনের টমেটোতে রয়েছে পুষ্টিগুণ। এটি খেলে শরীরের কী কী উপকার হয়, তা জেনে নিন। ১. ভিটাভিন সি ও ই সমৃদ্ধ […] The post Raw Tomatoes | শীতে সবুজ টমেটো বেশি খাচ্ছেন? এতে শরীরের কী কী উপকার হচ্ছে জেনে নিন… appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 7:06 pm

Anubrata Mondal: লুকিয়ে হঠাৎ পুলিশের সঙ্গে কেন বৈঠক করলেন কেষ্ট?

কারণ, সামনেই বিধানসভা ভোট। তার আগে এমন একান্ত বৈঠক স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। রবিবার ছুটির দিন বিকেল তিনটে থেকে পাঁচটার মধ্যে এই বৈঠক হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসআইআর নিয়ে বৈঠক করতে পারেন তিনি।

টিভি 9 বাংলা 8 Dec 2025 7:05 pm

Babri Masjid: ভু'হুজুর, কিউআর কোড পাঠান’, দশ দিনে ২০০ কল, নাভিশ্বাস ডেবরার বিধায়কের

Babri Masjid: বাবরি মসজিদের শিলান্যাস করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এদিকে মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে প্রবল বিড়ম্বনার মধ্যে পড়েছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। গত দশ দিনে প্রায় ২০০-এর উপর ফোন পেয়ে 'নাভিশ্বাস' উঠেছে এক সময়ের দুদে আইপিএস তথা বর্তমান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। West Bengal Weather Update: বাংলায় বরফি ঠান্ডা! জমে যাওয়ার পরিস্থিতি, হতবাক আলিপুরও, আগামী ৩ দিনে বড় চমক সেই 'যন্ত্রণার' কথাই তিনি শেয়ার করেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে। ডেববার বিধায়ক হুমায়ুন কবীর বলেন, এই কদিনে ২০০ ফোন পেয়েছি, ফোন করেই বলছে হুজুর, পয়সা দেনা হ্যায়, হাম সামিল হোনা চাহতে হ্যায়....! 'কিউ আর' কোড চাইছে। কেউ কেউ বলছে আপনি তো ওনাকে চেনেন আপনি নিয়ে ওনাকে দিয়ে দিন। আমি বললাম বিধানসভার কলিগ আমি চিনবই। কিন্তু বাবরি মসজিদ নির্মাণের মধ্যে আমি নেই। গত কদিন ধরেই চলছে। ভোর ৫টা, রাত ১২ টা, শেষ দশদিনে ২০০ ফোন কল পেয়েছি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ভেবে কত জায়গায় আমার ছবি ছাপা হয়ে যচ্ছে। আক্ষেপ ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের। Adhir Chowdhury: ২৬-এর ভোটে হুমায়ুনের মাস্টারপ্ল্যান, বিরাট সিক্রেট ফাঁস করলেন অধীর, বাংলায় উপর নিয়ন্ত্রণ হারালেন মমতা? আইপিএস হুমায়ুন কবীর,বর্ধমান জেলা পুলিশ, চন্দননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব সামলেছেন। কর্মজীবনের প্রথম দিকে বসিরহাটে আইন শৃঙ্খলা কড়া হাতে নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে হাত কাটা দিলীপকে গ্রেফতার করে খবরের শিরোনামে আসেন। চাকরিজীবনের শেষ পর্যায়ে স্বেচ্ছা অবসর নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০২১ সালে ডেবরায় তৃণমূলের প্রার্থী হন এবং বিধায়ক নির্বাচিত হন। প্রথমদিকে মন্ত্রী সভায় স্থানও পেয়েছিলেন। এখন বিধায়ক হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। এদিকে বাবরি মসজিদ নির্মাণের প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে মসজিদ নির্মাণের জন্য চলছে বিপুল পরিমাণ দানের টাকা গোণার কাজ। ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর নিজেই সেই টাকা গোনার দৃশ্য লাইভ করে দেখিয়েছেন। মুহূর্তে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চর্চা। হুমায়ুন কবীরের দাবি, ৬ ডিসেম্বর ২০২৫, বাবরি মসজিদের শিলান্যাসের দিন থেকেই তিনি দান সংগ্রহ শুরু করেছেন। মাত্র এক দিনের মধ্যেই তাঁর বাড়িতে নাকি দানের টাকার পাহাড় জমেছে। মুঘলপ্রেমী বিধায়ক, হুমায়ুনকে খোঁচা, মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপের দাবি VHP-এর বিধায়কের কথায়, মোট ১১টি ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা এসেছে সাধারণ মানুষের দান হিসেবে। পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিউআর কোডের মাধ্যমে জমা পড়েছে ৯৩ লক্ষ টাকা।এত বিপুল অর্থ গোনা সহজ নয়। তাই পুরো প্রক্রিয়ার জন্য হুমায়ুন কবীর ৩০ জন কর্মী নিয়োগ করেছেন। আনা হয়েছে আধুনিক টাকা গোনার মেশিন, যাতে দ্রুত ও ভুলবিহীনভাবে টাকা গোনা যায়। পুরো টাকা গোণার কাজ চলছে সিসিটিভির কড়া নজরদারিতে, যা তিনি নিজেই উল্লেখ করেছেন।আগামী ১৭ ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা করার কথা ঘোষণা করলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বদল করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 'আপাতত বিধায়ক পদ থেকে ইস্তফা নয়'। বাবরি মসজিদের শিলান্যাসের পর রবিবার এমনটাই জানিয়েছেন ভরতপুরের বিধায়ক। 'মুনাফাকে অগ্রাধিকার, শিকেয় নিরাপত্তা', ইন্ডিগো বিভ্রাটের মাঝে পাইলটস অ্যাসোসিয়েশনের বিস্ফোরক মন্তব্য

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 7:00 pm

WB Govt: কোনও বাড়ি যেন বাদ না যায়! ভোটের আগে দুটি আলাদা পোর্টাল তৈরি করল নবান্নের

WB Govt: ইতিমধ্যে প্রত্যেকটি জেলায় জেলায় মানুষের প্রাথমিক চাহিদা কে পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে নবান্ন। বাংলা বাড়ি থেকে নিয়ে সড়ক, জলসংযোগ, স্বাস্থ্য পরিকাঠামো সহ উন্নয়নমুখী কাজে গতি আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৩ জনের একটি পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে।

টিভি 9 বাংলা 8 Dec 2025 6:59 pm

পাক জেলে রহস্যমৃত্যু! কেন্দ্রের তৎপরতায় কাঁথিতে ফিরল বাঙালি মৎস্যজীবীর দেহ

রবিবার সকালে শেষকৃত্যু সম্পন্ন হয় পূর্ব মেদিনীপুরের কাঁথির পাইকবার গ্রামের বাসিন্দা স্বপনের।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 6:58 pm

ইন্ডিগোর বিমান বিপর্যয়ে ক্ষতির মুখে উত্তরবঙ্গের পর্যটন, পরপর বুকিং বাতিলে চিন্তায় ব্যবসায়ীরা

১৫ শতাংশ ভিন রাজ্যের পর্যটকদের বুকিং বাতিল হয়েছে।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 6:56 pm

Hema Malini |‘ভাঙা হৃদয়ের টুকরো দিয়ে…’, ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে আবেগঘন পোস্ট হেমার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন। দু’সপ্তাহ আগেই প্রয়াত হয়েছেন তিনি। তাই ধর্মেন্দ্রকে (Dharmendra) ছাড়া আজকের দিনে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ দেওল পরিবার। স্বামীর জন্মদিনে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini)। এদিন এক্স হ্যান্ডেলে ধর্মেন্দ্রর সঙ্গে দু’টি ছবি পোস্ট করে হেমা লিখেছেন, ‘ধরমজি শুভ জন্মদিন। […] The post Hema Malini | ‘ভাঙা হৃদয়ের টুকরো দিয়ে…’, ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে আবেগঘন পোস্ট হেমার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 6:51 pm

দুই ছাত্রের মধ্যে মারামারি! ভয় দেখাতে আগ্নেয়াস্ত্র হাতে স্কুলে হাজির সপ্তম শ্রেণির ছাত্র

কীভাবে ওই ছাত্র আগ্নেয়াস্ত্রটি পেল তাও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 6:48 pm

খেলবে মোহনবাগান-মহামেডান, জমকালো উদ্বোধন ভদ্রেশ্বর গোল্ড কাপের ম্যাসকট-থিম সংয়ের

'মাঠমুখী হোক শৈশব', উদ্দেশ্য প্রতিযোগিতার আয়োজক পার্থপ্রতীম নন্দীর।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 6:42 pm

স্কুলে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, বেলদায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু বিএলওর

তাঁর মৃত্যুতে স্কুল ও এলাকায় শোকের ছায়া।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 6:41 pm

খোঁজ পাচ্ছে না পুলিশ! ‘অজ্ঞাতবাস’থেকে সমাজমাধ্যমে বার্তা গোয়ার নৈশক্লাবের মালিকের

লুকআউট নোটিস জারি হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 6:38 pm

মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে এসেই ঘুম ওড়ালেন কিয়ারা, জানালেন মেয়ের কাণ্ড!

মেয়ে সারায়াকে নিয়ে কী বললেন অভিনেত্রী?

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 6:37 pm

‘ইন্ডিগোয় ফেঁসে লক্ষ যাত্রী অথচ ১৫০ বছরের বন্দে মাতরমে ব্যস্ত মোদি’, কেন্দ্রকে তোপ মেহবুবার

বেকারত্ব ও মূল্যবৃদ্ধির মতো দেশের মূল সমস্যার কথা তুলে ধরলেন মেহবুবা।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 6:24 pm

প্লেন কিনতে চান? Pakistan-এর মাঠে হবে মেলা, নিলামে বিমান কিনতে পারবেন যে কেউ!

Pakistan International Airlines: আসলে, ২৩ ডিসেম্বর ইসলামাবাদের একটি মাঠে হবে বিমান মেলা। ৬৫টার মতো বিমান নিয়ে এই মেলায় বিকিকিনি করতে আসছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ। এই মেলায় নিলামে বিক্রি হবে এই সব প্লেন। আসলে এমন অদ্ভূত কাণ্ড হয়তও শুধুমাত্র পাকিস্তানেই হয়।

টিভি 9 বাংলা 8 Dec 2025 6:24 pm

Arpita Mukherjee: ইডি আদালতে ‘ভুখা’ অর্পিতা, কী বললেন পার্থ-বান্ধবী?

Arpita Mukherjee's bank account seized: অর্পিতার আইনজীবীর দাবি, ২০০৪ সালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তিনটি অ্যাকাউন্ট খুলেছিলেন তাঁর মক্কেল। যেখানে তাঁর অভিনয়, মডেলিং থেকে আয়ের টাকা রাখা আছে। ওই অ্যাকাউন্টের সঙ্গে দুর্নীতির কোনও যোগ পায়নি ইডি। তা সত্ত্বেও অ্যাকাউন্টগুলি আটকে রাখায় সমস্যায় পড়েছেন অভিনেত্রী।

টিভি 9 বাংলা 8 Dec 2025 6:23 pm

যাত্রীর পাত্তা নেই, চালান হল ব্যাগ! টাকা-মালপত্তর ফিরিয়ে করুণ দশা জানান দিচ্ছে ইন্ডিগো

৩৬ ঘন্টার মধ্যে বাকি ব্যাগগুলি পৌঁছে দেওয়া হবে যাত্রীদের কাছে।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 6:20 pm

IND vs SA 1st T20I, Weather Update: কাঁপুনি শীতে 'খেলা হবে', প্রথম টি-২০'তে জবুথবু ঠাণ্ডায় জমবে বরাবাটি?

IND vs SA: টেস্ট এবং ওয়ানডে সিরিজের পর এবার টি-২০ ক্রিকেটের পালা। ভারত (Indian Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। সিরিজের প্রথম ম্য়াচটি ওড়িশার কটক শহরে অবস্থিত বরাবাটি স্টেডিয়ামে আয়োজন করা হবে। টেস্ট এবং ওয়ানডে সিরিজে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে ভারতীয় ক্রিকেট দল। এবার টি-২০ সিরিজেও তারা এই পারফরম্য়ান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। IND vs SA 1st T20I Timing: বদলে গেল ভারত-আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচের সময়! না জানলে হাত কামড়াবেন টেস্ট-ওয়ানডে'র পর টি ২০ সিরিজের পালা এই সফরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল শুরুটা বেশ ভালই করেছিল। টেস্ট সিরিজে ভারতের মাটিতেই তারা টিম ইন্ডিয়াকে তারা ২-০ ব্যবধানে পরাস্ত করে। ১৯৯৯-২০০০ মরশুমের পর এই প্রথমবার তারা ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় করে। এরপর ওয়ানডে সিরিজ শুরু হতেই গোটা ছবিটা একেবারে বদলে যায়। এই সিরিজে হাই-স্কোরিং ম্য়াচ দেখতে পাওয়া যাচ্ছ। প্রথম দুটো ওয়ানডে ম্যাচে তিনি মোট ১,৪০১ রান উঠেছে। রাঁচিতে ৬৮১ এবং রায়পুরে ৭২০ রান ওঠে। এরপর ৬ ডিসেম্বর যশস্বী জয়সওয়াল ওয়ানডে ক্রিকেটে প্রথম শতরান করেন। বিশাখাপত্তনমে ভারতীয় ক্রিকেট দলে ৯ উইকেটে জয়লাভ করে। সঙ্গে সিরিজ়ও নিজেদের পকেটে পুরে নেয়। IND vs SA Highlights, 3rd ODI: বিধ্বংসী শতরান যশস্বীর, জয়গাথা লেখা হল কিং কোহলির ব্যাটে কেমন থাকবে ওয়েদার? এবার টি-২০ সিরিজের পালা। আগামী ৯ ডিসেম্বর থেকে এই সিরিজ় শুরু হবে। ইতিমধ্যে সমর্থকদের একাংশের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, এই ম্য়াচে ওয়েদার (Weather Update) কেমন থাকবে? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার বরাবাটি স্টেডিয়ামে আবহাওয়া বেশ ভাল থাকবে। কিন্তু, তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সেকারণে কার্যত কনকনে ঠাণ্ডা পড়বে। IND vs SA Toss News: কুসংস্কার না অন্ধবিশ্বাস, কোন গুপ্তমন্ত্রে টস ভাগ্য ফেরাল টিম ইন্ডিয়া? এই ম্যাচের ২ ইনিংসেই শিশিরের যথেষ্ট প্রভাব দেখতে পাওয়া যাবে। কারণ শিশিরের পয়েন্ট ১০ ডিগ্রি থাকবে। বরাবাটি স্টেডিয়ামের উইকেট থেকে বোলাররা, বিশেষ করে স্পিনাররা যথেষ্ট সুবিধা পাবে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে, নরেন্দ্র হিরওয়ানি এবং মনিন্দর সিং যথেষ্ট সাফল্য অর্জন করেছেন। এই পরিস্থিতিতে আগামীকাল স্পিনাররা কতটা সাহায্য পাবেন, সেটাই আপাতত দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 6:19 pm

Recipe |পিঁয়াজকলি-মৌরলা চচ্চড়ি খেতে দুর্দান্ত, সঙ্গে শুধু গরম ভাত হলেই চলবে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতে ফ্রিজে যদি বাজার থেকে আনা পিঁয়াজকলি থাকে তাহলে চেনা ছকের বাইরে গিয়ে বানিয়ে নিন পিঁয়াজকলি ও মাছ দিয়ে সুস্বাদু পদ। শুধু বাজার থেকে আনতে হবে মৌরলা মাছ। ব্যস মৌরলা মাছ ও পিঁয়াজকলি দিয়ে সহজে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু পদ পিঁয়াজকলি-মৌরলা চচ্চড়ি। রইল রেসিপি। উপকরণ: মৌরলা মাছ ৩০০ গ্রাম, পিঁয়াজকলি ১-২ […] The post Recipe | পিঁয়াজকলি-মৌরলা চচ্চড়ি খেতে দুর্দান্ত, সঙ্গে শুধু গরম ভাত হলেই চলবে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 6:13 pm

Smriti Mandhana-Palash Muchhal |বিয়ে ভেঙেছে স্মৃতির সঙ্গে, এবার পলাশকে ‘আনফলো’ করলেন জেমিমা-রিচারা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভাঙার কথা ঘোষণা করেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana-Palash Muchhal)। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো (Unfollow) করেছেন দুজনে। এবার পলাশকে ইনস্টাগ্রামে আনফলো করলেন জেমিমা রডরিগেজ, রিচা ঘোষের মতো ভারতীয় ক্রিকেটাররা। গতকাল ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতি দিয়ে বিয়ে ভাঙার সিদ্ধান্ত জানান স্মৃতি। যদিও কোনও কারণ জানাননি ভারতীয় […] The post Smriti Mandhana-Palash Muchhal | বিয়ে ভেঙেছে স্মৃতির সঙ্গে, এবার পলাশকে ‘আনফলো’ করলেন জেমিমা-রিচারা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 6:13 pm

Smriti Mandhana |দেশসেবাই ধ্যানজ্ঞান! বিয়ে বাতিলের ২৪ ঘণ্টার মধ্যেই অনুশীলনে স্মৃতি মান্ধানা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে তাঁর বিয়ে আনুষ্ঠানিকভাবে বাতিল (Called Off) করার কথা ঘোষণা করেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। তবে এই ব্যক্তিগত বিপর্যয় তাঁকে তাঁর মূল লক্ষ্য থেকে এক বিন্দুও সরাতে পারেনি। […] The post Smriti Mandhana | দেশসেবাই ধ্যানজ্ঞান! বিয়ে বাতিলের ২৪ ঘণ্টার মধ্যেই অনুশীলনে স্মৃতি মান্ধানা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 6:00 pm

পূজা ভাটের ঠোঁটে চুমু, বাবা হয়ে মেয়েকে বিয়ে করার প্রস্তাব! কেন এমন করেছিলেন মহেশ ভাট?

বলিউডে বরাবরাই ঠোঁটকাটা, বোল্ড নায়িকা হিসেবে জনপ্রিয় পূজা ভাট। শুধু সিনেমার পর্দায় নয়, তাঁর বোল্ড অবতার নানা সময় ফুটে উঠেছিল ম্যাগাজিন, পোস্টারেও। অন্যদিকে, পূজার বাবা পরিচালক মহেশ ভাটও নানা বোল্ড বিষয়ে ছবি তৈরি করে জনপ্রিয়। শুধু তাই নয়, মহেশের জীবনে তিন তিনটে নারী।

টিভি 9 বাংলা 8 Dec 2025 5:57 pm

Calcutta High Court: ‘প্রেস্টিজিয়াস প্রজেক্ট’, রাজ্যের যুক্তি আর শুনবে না হাইকোর্ট, দিনক্ষণ জানানোর নির্দেশ আদালতের

Kolkata Metro: চিংড়িঘাটা এলাকায় ৩৬৬ মিটার না জোড়া হলে অরেঞ্জ লাইনের কাজ শেষ হচ্ছে না। সেই জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে সব পক্ষ বৈঠকে বসে গত ৯ সেপ্টেম্বর। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, উৎসবের মরশুম মিটে গেলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র থেকে রবিবার রাতে ট্রাফিক ব্লক নিয়ে কাজ শেষ করবে RVNL। সেই কাজ হয়নি এখনও।

টিভি 9 বাংলা 8 Dec 2025 5:56 pm

ব্রিগেডের মাঠে চক্রব্যূহ আকারে গীতা পাঠের দৃশ্য দাবিতে ভাইরাল AI ছবি

বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি গুগল এআই দিয়ে তৈরি।

বুমলাইভ 8 Dec 2025 5:54 pm

SUV গাড়ি থেকেই ধ্বংস হবে শত্রু ড্রোন! ভারতের হাতে নতুন ইন্দ্রজাল রেঞ্জার

Indrajaal Ranger: এই গাড়ি কী করবে? আসলে যে কোনও ড্রোন বা মানুষহীন যে কোনও যানকে আকাশে ধ্বংস করে দেবে। তবে, এটা কিন্তু কোনও কামান নয়। এটা দেখতে একেবারে একটা এসইউভির মতো। কোনও ড্রোন চিহ্নিত করতে ও তাকে ধ্বংস করতে ২৫ সেকেন্ড সময় লাগবে এই ইন্দ্রজালের।

টিভি 9 বাংলা 8 Dec 2025 5:52 pm

বকেয়া বেতনের দাবিতে মেডিকেলে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

বকেয়া বেতন মেটানোর দাবিতে মেডিকেল সুপারের ঘরের সামনে বিক্ষোভ ট্রমা কেয়ার ভবনের অস্থায়ী কর্মীদের। রোগীদের কথা মাথায় রেখে এখনও কাজ চালিয়ে যাওয়ার দাবি করেছেন বিক্ষোভরত অস্থায়ীকর্মীরা।

আমাদেরমালদা 8 Dec 2025 5:51 pm

‘কাতুকুতু বুড়ো’র সেটে গুরুতর চোট পেলেন উজান গঙ্গোপাধ্যায়, সামনেই অস্ত্রোপচার!

কেমন আছেন? জানালেন চূর্ণী-কৌশিকপুত্র।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 5:48 pm

রাত তিনটে অবধি পার্টি, তৃণার সঙ্গে কী কথা হলো শাহরুখপুত্র আরিয়ানের?

শহরে পার্টি। এলেন আরিয়ান খান। কলকাতায় কিছু নামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সেই পার্টিতে। ইনস্টাগ্রামে নায়িকা তৃণা সাহা আগেই জানিয়েছিলেন, এই পার্টির অংশ হবেন তিনি। এই পার্টিতে আরিয়ান খানের সঙ্গে কী কথা হলো তৃণার ? TV9 বাংলাকে তৃণা জানালেন, ''প্রায় তিনটে পর্যন্ত পার্টি করেছি। তারপর আমাকে বেরোতে হলো। কারণ শুটিং ছিল। আরিয়ান ওঁর বন্ধুদের বলছিল, যাতে আমাকে বেরোতে দেওয়া হয়। শুটিং আছে বলেই। আরিয়ান শাহরুখপুত্র। তার উপর নিজের কাজের জন্য এতটা সফল। কিন্তু এত বিনয়ী, সেটা কাছ থেকে না দেখলে বিশ্বাস হতো না।''

টিভি 9 বাংলা 8 Dec 2025 5:46 pm

রাজত্বে ফিরলেন ‘ক্যুইন’! বিয়ে ভাঙার চব্বিশ ঘণ্টা পরই বাইশ গজে অনুশীলন শুরু স্মৃতির

হেলমেট, গ্লাভস, প্যাডে 'সুসজ্জিত' বিশ্বজয়ী ক্রিকেটার।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 5:38 pm

Jalpaiguri: নাবালিকাকে ধর্ষণ করে তারপর গর্ভবতী করে দিয়েছিল, প্রৌঢ়কে কড়া শাস্তি দিল কোর্ট

Jalpaiguri: ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে মাস আটেক আগে ধূপগুড়িতে বছর পঞ্চাশের এক ব্যক্তি তার প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর তাকে নানা রকম ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এইভাবে মাস ছয়েক চলার পর ১৬ বছরের ওই নাবালিকার শরীরে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন তার বাড়ির লোকেরা। এরপর তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেয় সে গর্ভবতী।

টিভি 9 বাংলা 8 Dec 2025 5:30 pm

ভারতের 5th Generation Fighter Jet-এর Radar, কী কী ক্ষমতা রয়েছে তার?

GaN-AESA Radar: যে কোনও বিমানের ক্ষমতা নির্ভর করে বিমানের রেডারের উপর। আর এই অ্যামকায় রয়েছে GaN-ভিত্তিক AESA রেডার। এই রেডার ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বর্তমানে যে সব রেডার গোটা বিশ্বে ব্যবহৃত হয়, তার তুলনায় এই রেডার কয়েক গুণ শক্তি সম্পন্ন।

টিভি 9 বাংলা 8 Dec 2025 5:29 pm

‘সিঁদুরে’হামলা চালায় ভারত, সেই ভাওয়ালপুরে জইশ-লস্কর যৌথ সমাবেশ! নয়া ষড়যন্ত্রের ছক?

পাকিস্তানে ভাওয়ালপুরের জইশ-লস্কর যৌথ সমাবেশের ছবি প্রকাশ্যে।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 5:28 pm

‘ভীতু হলে চলবে না’, সীমান্ত এলাকায় পুলিশকে ‘প্রো অ্যাকটিভ’হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

দু'দিনের সফরে কোচবিহার গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 5:28 pm

চুল পড়ে যাচ্ছে? দুধের সঙ্গে এগুলি মিশিয়ে খেলেই মিটবে সমস্যা

আপনার জন্য রইল টিপস।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 5:27 pm

SIR পর্বে আরও কড়া নির্বাচন কমিশন

SIR In WB: এসআইআর-এর প্রথম পর্বের কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ আবারও বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এদিন বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। সূত্র মারফত জানা যাচ্ছে, এসআইআর-এর কাজ কেমন চলছে, সেটা জানতে এই বৈঠক। ঝাড়াই বাছই পর্ব যাতে আরও নিখুঁত করা যায়, সেই কারণেই এই বৈঠক।

টিভি 9 বাংলা 8 Dec 2025 5:26 pm

হায়দরাবাদি বিরিয়ানি থেকে শাহী পনির, বিশ্বসেরা রসনার তালিকায় এসব ‘দেশি’পদ

একনজরে দেখে নিন সেরা পদের তালিকা, আপনি স্বাদগ্রহণ থেকে বঞ্চিত নন তো?

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 5:25 pm

Siliguri |‘নাতির কাছে আর ফিরতে চাই না’, এক বুক যন্ত্রণা নিয়ে বললেন বৃদ্ধা

সাগর বাগচী, শিলিগুড়ি: চোখ দুটো ছলছল করছিল। কাঁপা কাঁপা গলায় বলতে লাগলেন, ‘যতদিন বাঁচব নাতি বা কোনও আত্মীয়ের কাছে আর ফিরে যেতে চাই না।’ এক বুক যন্ত্রণা নিয়ে কথাগুলো বলছিলেন অশীতিপর শোভা রিতা গুরুং। শনিবার গভীর রাতে ইসকন রোডের একটি হোমে ঠাঁই হয় তাঁর। ছোট থেকে কোলেপিঠে করে যে নাতিকে বড় করেছেন, সেই নাতিই এভাবে […] The post Siliguri | ‘নাতির কাছে আর ফিরতে চাই না’, এক বুক যন্ত্রণা নিয়ে বললেন বৃদ্ধা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 5:22 pm

মাথার দাম ২.৩৬ কোটি! মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মধ্যপ্রদেশে আত্মসমর্পণ ১০ মাওবাদীর

মধ্যপ্রদেশের মান্ডলা জেলাকে 'মাওবাদীমুক্ত' ঘোষণা মুখ্যমন্ত্রীর।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 5:21 pm

মিমের সঙ্গে জোট করব, মুর্শিদাবাদে ২টি আসন ছাড়ব: হুমায়ুন

ওয়েসি সাহেব কত ডিমান্ড করেন দেখতে হবে। আমার সঙ্গে সিপিএমও রাজি আছে জোট করতে। সিপিএম-আইএসএফ এদের চারটে সিট ছাড়লাম। ওরা শূন্য আছে তো এখানে। কংগ্রেসও শূন্য। তবে ওদের ১০টা ছাড়লাম। যেহেতু মুর্শিদাবাদে অধীর চৌধুরীর একটা মাস ভ্যালু আছে ওকে দশটা ছাড়লাম। তাহলে ১০ আর চারে ১৪। আমার ৮ আর তার মধ্যে ওয়াইসি সাহেবকে ২ ছাড়ব। আমি ৬টায় লড়ব।”

টিভি 9 বাংলা 8 Dec 2025 5:20 pm

Bengaluru |চিন্নাস্বামীতেই আইপিএল খেলবেন বিরাটরা

বেঙ্গালুরুঃ ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। বড় অঘটন না হলে ২০২৬ সালের আইপিএলে ঘরের মাঠেই খেলার সুযোগ পাবেন বিরাট কোহলিরা। শেষ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেতাব জয়ের উৎসবের আসরে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক ম্যাচ হয়নি। সম্প্রতি জানা গিয়েছিল, ২০২৬ সালের আইপিএলও অনিশ্চিত […] The post Bengaluru | চিন্নাস্বামীতেই আইপিএল খেলবেন বিরাটরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 5:14 pm

হিন্দমোটরে দুষ্কৃতীরাজ! বিয়েবাড়ি থেকে ফেরার পথে বেপরোয়া গতির প্রতিবাদ করে আক্রান্ত যুবক

দাগি দুষ্কৃতী সঞ্জয় দাস ইঁট নিয়ে আক্রমণ চালায় জ্যোতিষ্কর উপর।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 5:13 pm

Babri Masjid: ১ দিনেই পড়ল ২০ লক্ষ, বাড়াতে হল অ্যাকাউন্টের লিমিট! হুমায়ুনের ‘বাবরি’র জন্য কত টাকা উঠল?

Humayun Kabir: কিউ আর কোড দিয়েছিলেন। পাশাপাশি দিয়েছিলেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর। সেখানে এখনও পর্যন্ত এক কোটি ৬০ লক্ষ টাকা জমা পড়েছে। অর্থাৎ সব মিলিয়ে এখনও পর্যন্ত ২ কোটির বেশি টাকা তাঁর কাছে এসে পৌঁছেছে। বাকি চারটি দানবাক্সের টাকার পরিমাণ গুনলে মনে করা হচ্ছে আড়াই কোটি ছুঁয়ে যেতে পারে।

টিভি 9 বাংলা 8 Dec 2025 5:10 pm

IIT Kharagpur: ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল আইআইটি খড়্গপুরের গবেষক পড়ুয়ার, দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা

IIT Kharagpur student died in accident: গবেষক ওই পড়ুয়ার মৃত্যুর পর প্রশ্ন উঠছে, শনিবার রেল ট্র্যাকে পৌঁছলেন কীভাবে শ্রবণ কুমার? তিনি কি নিজে গিয়েছিলেন? কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

টিভি 9 বাংলা 8 Dec 2025 5:09 pm

‘এমন একজন পুরুষ চাই…’, ‘মনভাঙা’স্মৃতির পাশে দাঁড়াতে গানই সম্বল বন্ধু জেমাইমার!

স্মৃতির পাশে দাঁড়াতে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগেও খেলতে যাননি স্মৃতি।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 5:09 pm

Kumlai |দাবি সত্ত্বেও লালপুলে পর্যটনকেন্দ্র অধরা

কৌশিক দাস, বড়দিঘি: মাল ব্লকের কুমলাইয়ে (Kumlai) লালপুলকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি বহুদিনের। এমনিতেই বিগত বেশ কয়েকবছর ধরে লালপুলের তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে দূরদূরান্ত থেকে হাজির হচ্ছেন পর্যটক ও পিকনিকপ্রেমীরা। তবে, এলাকাটি এখনও পর্যটনকেন্দ্রের মর্যাদা পায়নি। সেই মর্যাদা পেতে লালপুলের সৌন্দর্যায়ন প্রয়োজন। শীতের মরশুম পড়তেই স্থানীয়রা ফের একবার দাবি বাস্তবায়নের জন্য সোচ্চার হয়েছেন। […] The post Kumlai | দাবি সত্ত্বেও লালপুলে পর্যটনকেন্দ্র অধরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 5:08 pm

Sonagachhi: দলে দলে সোনাগাছি ছেড়েছেন যৌনকর্মীরা, অবশেষে যৌনপল্লীতে কাটছে উদ্বেগ

Red Light Area: সোনাগাছির এক স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, এই এলাকার প্রায় সাত হাজার যৌনকর্মীর মধ্যে দেড় হাজার মহিলা ইতিমধ্যেই ভয়ে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। দীর্ঘ সময় ধরেই তাঁরা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। এবার ক্যাম্পের কথা জানানো হল সোনাগাছির মহিলাদের।

টিভি 9 বাংলা 8 Dec 2025 5:08 pm

MD Salim in Murshidabad: মুর্শিদাবাদে খাতা খোলার মরিয়া চেষ্টা! সেলিমের হাত ধরে ফিরছে CPM-এর সেই ‘পাড়া বৈঠক’

MD Salim: বাম আমলে সিপিএম-এর অন্যতম জনপ্রিয় কর্মসূচি ছিল এই 'পাড়া বৈঠক'। যেখানে পাড়ায়-পাড়ায় গিয়ে জনসংযোগ করতেন বাম নেতা-নেত্রীরা। পাড়ার একটি বাড়িতে আলোচনায় বসতেন বাম-নেতা-নেত্রীরা। সেখানে উপস্থিত হতেন পাড়ার বাকিরা। এলাকার কী কী সমস্যা? এই সমস্যা সমাধানের কী উপায়? যাবতীয় সব কিছু আলোচনা হত সেখানে। এক কথায় নিবিড় সংযোগ চলত এই বৈঠকে।

টিভি 9 বাংলা 8 Dec 2025 5:07 pm

Mohamed Salah |লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

লন্ডন: ইপিএলে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৩-৩ গোলে ড্র। লিভারপুলের খারাপ সময় কাটছেই না। এরই মধ্যে দলে জায়গা না পাওয়া নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়ে নতুন বিতর্ক তৈরি করেছেন মিশরীয় তারকা মহম্মদ সালাহ। লিডস ম্যাচের পর সালাহ বলেছেন, ‘আমি খুব হতাশ। কেন আমায় রিজার্ভ বেঞ্চে রাখা হচ্ছে সেটা জানি না। কোচের সঙ্গে আগে ভালো […] The post Mohamed Salah | লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 5:07 pm