Ajker Rashifal Bengali, 08 December 2025: আজ আপনার ভাগ্যে কী লেখা আছে? দেখুন রাশিফল
Ajker Rashifal Bengali, 08 December 2025: আজকের দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বেশ তাৎপর্যপূর্ণ। আজ যাঁরা জন্মদিন উদযাপন করছেন, পাশ্চাত্য মতে তাঁরা ধনু রাশির জাতক বা জাতিকা। এ দিনের ওপর প্রভাব বিস্তারকারী প্রধান গ্রহ হল শনি ও বৃহস্পতি। ৮ তারিখে জন্ম নেওয়ার ফলে শনির প্রভাব আপনার স্বভাব, ধৈর্য, সিদ্ধান্তক্ষমতা এবং জীবনের বাস্তব চিন্তাধারাকে আরও তীক্ষ্ণ করবে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের আজকের দিনটিতে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজ বা যোগাযোগে সাফল্য মিলবে। গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম বা লেখালেখির সঙ্গে জড়িত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। পারিবারিক প্রেক্ষাপটে ছোট ভাইবোনের সাহায্য মানসিক শান্তি আসবে। গার্মেন্টস বা টেক্সটাইল ব্যবসায় লাভের যোগ প্রবল। বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জাতকদের জন্য আজ মধ্যস্থতাকারী ভূমিকা এনে দিতে পারে অগ্রগতি ও অতিরিক্ত লাভ। ব্যবসায় কমিশন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। ছোট ভাই-বোনের সহযোগিতা আজ পরিবারে মানসিক স্বস্তি দেবে। গণমাধ্যম, কনটেন্ট ক্রিয়েশন বা ডিজিটাল পেশায় যুক্ত ব্যক্তিদের নতুন সুযোগ আসতে পারে। আরও পড়ুন- ৭–১৩ ডিসেম্বর ২০২৫, কারা জিততে পারেন লটারি, দেখে নিন এখানে মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জন্য আজকের দিন অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তির। ব্যবসায় ভালো রোজগার হতে পারে এবং পূর্বের বকেয়া পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। শ্যালক বা শ্যালিকার সহযোগিতা গৃহস্থালি সমস্যা সমাধানে সাহায্য করবে। আরও পড়ুন- বর্ষশেষে এই ডিসেম্বরে কোন রাশির সম্পর্কে বাড়বে উষ্ণতা, কার শীতলতা? দেখে নিন কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জন্য আজ মানসিক প্রশান্তি ও কর্মগত উন্নতির সময়। পরিবারে সুখবর আসতে পারে এবং চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও আজ লাভের দিন। আরও পড়ুন- বাড়িতে থাকা পাঁচটি পবিত্র গাছ কাটলে রুষ্ট হন শিব–শনিদেব, ঘনায় অমঙ্গলের ছায়া! সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকদের জন্য আজ ভ্রমণ বা পরিবহণ-সংক্রান্ত ব্যবসায় ভালো কামাইয়ের সুযোগ রয়েছে। বিদেশে থাকা ব্যক্তিদের কাজেও উন্নতি আসবে। পারিবারিক খরচ কিছুটা বাড়তে পারে, তবে আইনগত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন- সূর্যাস্তের পরে নিষিদ্ধ, ভুলেও করবেন না এই সব কাজ, রুষ্ট হতে পারেন লক্ষ্মী! কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের জন্য ভাই-বোন ও বন্ধুদের সহযোগিতা আজ বড় সম্পদ হবে। চাকরিতে বাড়তি উপার্জনের সুযোগ আসবে এবং ব্যবসায়ও উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কাজ শুরু করার জন্য দিনটি অনুকূল। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জন্য আজ কর্মজীবন খুবই শুভ। প্রভাবশালী কারও সাহায্যে বড় কোনও সুযোগ তৈরি হতে পারে। পিতার পরামর্শ যে কোনও গৃহস্থালি সমস্যায় কার্যকর হবে। আজকের সাফল্যের সম্ভাবনা তুলা রাশির জাতকদের জন্য খুবই বেশি। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জন্য বিদেশভ্রমণ, উচ্চশিক্ষা বা ধর্মীয় কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিদেশ-যোগ আজ খুবই শুভ ফল দিতে পারে। পড়াশোনায় মনোযোগী ছাত্রছাত্রীরাও ভালো ফল পেতে পারেন। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকদের জন্য ভাগ্য আজ বিশেষভাবে সহায়ক। ঝুঁকিপূর্ণ ব্যবসাতেও লাভের সম্ভাবনা আছে। শেয়ার বাজারে বিনিয়োগকারীরাও আজ ভালো লাভ করতে পারেন। ঋণ সংক্রান্ত জটিলতা দূর হওয়ার সুযোগ রয়েছে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জন্য আজ দাম্পত্য ও অংশীদারি ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। বিদেশ-যোগ ব্যবসায়ীদের জন্য আজ শুভফল বয়ে আনবে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জন্য সহকর্মীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসায় নতুন কাজ বা নতুন কর্মচারী নিয়োগের জন্য দিনটি উপযোগী। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের জন্য প্রেম, সৃজনশীলতা এবং শিক্ষাক্ষেত্রে আজকের দিন অত্যন্ত শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। আজকের শুভ রঙ নীল এবং হলুদ, যা আপনার সারা দিনের ইতিবাচক শক্তিকে আরও জাগ্রত করবে। শুভ সংখ্যা ৮, ১৭, এবং ২৬ জীবনে সঠিক পথে এগোতে সাহায্য করবে। আজকের শুভ সময় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ভাগে ছড়িয়ে রয়েছে, যা যে কোনও গুরুত্বপূর্ণ কাজ শুরু করার ক্ষেত্রে বিশেষ উপযোগী হতে পারে। চন্দ্রের অবস্থান কর্কট রাশিতে হওয়ায় সংবেদনশীলতা, পরিবারকেন্দ্রিক চিন্তা এবং আবেগঘন সিদ্ধান্ত আজ প্রাধান্য পাবে।
৮ ডিসেম্বর রাশিফল: গোপন শত্রু ক্ষতি করতে পারে মেষ রাশির জাতকদের! পরিশ্রমের সুফল পাবে এই রাশি
জেনে নিন আপনার আজকের রাশিফল।
Cooking Oils Linked to Obesity: কোন কোন রান্নার তেল ও ফ্যাট ওজন বাড়ায়? গবেষণায় মিলল চমক
Top 5 Sports News Highlights: রবিবার (৭ ডিসেম্বর) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, সুপার কাপের ফাইনালে এফসি গোয়ার কাছে হেরে গেল ইস্টবেঙ্গল। অন্যদিকে, গাব্বা টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এদিকে আবার ভারতকে নিয়ে অপমানজনক মন্তব্য করার জন্য ক্ষমা প্রার্থনা করলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের হেড কোচ শুকরি কনরাড। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। ইস্টবেঙ্গলের হার ২০২৫ সুপার কাপের খেতাব শেষপর্যন্ত নিজেদের দখলেই রাখল এফসি গোয়া। ফাইনাল ম্য়াচে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে তারা হাড্ডাহাড্ডি লড়াই করে। অবশেষে পেনাল্টি শ্য়ুট আউটে হয় এই ম্য়াচের ফয়সালা। গৌড়বাহিনী এই ম্য়াচে ৬-৫ গোলে জয়লাভ করেছে। রবিবার (৭ ডিসেম্বর) গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। পড়ে নিন বিস্তারিত: East Bengal FC vs FC Goa Match Report: নিভল মশাল, লড়েও শেষপর্যন্ত পরাস্ত ইস্টবেঙ্গল! ঘরের কাপ ঘরেই রাখল গোয়া অস্ট্রেলিয়ার জয় পারথের পর গাব্বাতেও আরও একবার ধামাকাদার জয়লাভ করল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড তাদের সামনে জয়ের জন্য মাত্র ৬৫ রানের টার্গেট দিয়েছিল। মাত্র দুই উইকেট হারিয়েই অস্ট্রেলিয়া এই লক্ষ্য অর্জন করে। ট্রাভিস হেড এবং মারনাস লাবুশেন দ্রুত প্যাভিলিয়ানে ফিরে গেলেও, অস্ট্রেলিয়া ৮ উইকেটে এই ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয়। পড়ে নিন বিস্তারিত: England vs Australia: ফের ডুবল ব্রিটিশ সূর্য, পারথের পর গাব্বাতেও জয়জয়কার অস্ট্রেলিয়ার! ক্ষমা প্রার্থনা কনরাডের ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে সম্প্রতি কুরুচিকর মন্তব্য করেছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচ শুকরি কনরাড। অবশেষে কোঁকড়া কাঠে ঠেকতেই নিজের ভোল বদল করলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, মুখে অমন কথা বললেও আসলে সেটা বোঝাতে চাননি। পড়ে নিন বিস্তারিত: South Africa Coach Controversial Comment: কোঁকড়া কাঠে ঠেকতেই ভোল বদল আফ্রিকান কোচের! বললেন, 'আমি দুঃখিত' বিয়ে ভাঙলেন স্মৃতি স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ে ইতিমধ্যে ভেঙে গিয়েছে। এই ব্যাপারে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সুপারস্টার ওপেনার নিজেই সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছেন। প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর স্মৃতি এবং পলাশের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু, স্মৃতির বাবার শরীর আচমকা খারাপ হওয়ার কারণে সেই বিয়ের অনুষ্ঠান ভেস্তে যায়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বাবার শরীর সুস্থ হলেই স্মৃতি হয়ত বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু, শেষপর্যন্ত বিয়েটাই ভেঙে গেল। পড়ে নিন বিস্তারিত: Smriti Mandhana Marriage Cancellation: চূড়ান্ত প্রস্তুতির পরেও কেন ভাঙল বিয়ে? অবশেষে অভিমানের কথা জানালেন স্মৃতি রোহিত বিরাটকে নিয়ে বড় খবর টিম ইন্ডিয়া আগামী ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এই সিরিজের প্রথম ম্য়াচটি ২০২৬ সালের ১১ জানুয়ারি আয়োজন করা হবে। এই সিরিজে ফের টিম ইন্ডিয়ার জার্সিতে রো-কো জুটিকে দেখতে পাওয়া যাবে। তবে এই সিরিজের আগেও রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ক্রিকেট ময়দানে দেখা যেতে পারে। পড়ে নিন বিস্তারিত: Rohit Sharma and Virat Kohli: ফের কবে ২২ গজে দেখা যাবে রোহিত-বিরাটকে? এখনই নোট করে নিন তারিখ
কালান্তার ( ০৮ ডিসেম্বর ২০২৫ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
৬০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, নাসিকে দুর্ঘটনায় মৃত ৬, শোকপ্রকাশ মোদির
মৃতদের পরিবারকে ৫ লক্ষ্য টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর।
Super Cup |ইস্টবেঙ্গলের সুপার কাপ স্বপ্নভঙ্গ! টাইব্রেকারে গোয়ার হাতে শিরোপা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফাতোরদা স্টেডিয়ামে রবিবারের সন্ধ্যায় স্বপ্নভঙ্গ হল ইস্টবেঙ্গলের। রুদ্ধশ্বাস সুপার কাপ ফাইনালের নিষ্পত্তি হল টাইব্রেকারে, যেখানে ৬-৫ গোলে জয় ছিনিয়ে নিল গোয়া। এর ফলে দু’বছরের ব্যবধানে দ্বিতীয়বার সুপার কাপ জেতার ইস্টবেঙ্গলের আকাঙ্ক্ষা অধরাই রইল। অন্যদিকে, প্রথম দল হিসেবে গোয়া এই শিরোপা ধরে রাখার কৃতিত্ব অর্জন করল এবং আরও একবার এশীয় মঞ্চে খেলার […] The post Super Cup | ইস্টবেঙ্গলের সুপার কাপ স্বপ্নভঙ্গ! টাইব্রেকারে গোয়ার হাতে শিরোপা appeared first on Uttarbanga Sambad .
বেরোনোর রাস্তা মাত্র দু’টি! গোয়ার নৈশক্লাবে অগ্নিকাণ্ডে সাসপেন্ড ৩ সরকারি আধিকারিক
পুলিশি জেরার মুখে স্থানীয় পঞ্চায়েত প্রধান।
প্রবেশপথ মাত্র দু’টি! গোয়ার নৈশক্লাবে অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক
পুলিশি জেরার মুখে স্থানীয় পঞ্চায়েত প্রধান।
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোকস্তব্ধ বিনোদন জগৎ
প্রয়াত অভিনেতার কেরিয়ারের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে একটি 'ধন্যি মেয়ে'।
East Bengal vs FC Goa : ২০২৫ সুপার কাপের (Super Cup 2025) খেতাব শেষপর্যন্ত নিজেদের দখলেই রাখল এফসি গোয়া। ফাইনাল ম্য়াচে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে তারা হাড্ডাহাড্ডি লড়াই করে। অবশেষে পেনাল্টি শ্য়ুট আউটে হয় এই ম্য়াচের ফয়সালা। গৌড়বাহিনী এই ম্য়াচে ৬-৫ গোলে জয়লাভ করেছে। রবিবার (৭ ডিসেম্বর) গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। East Bengal vs FC Goa, Live Updates: সাডেন ডেথে চরম লড়াই, শেষপর্যন্ত হারল ইস্টবেঙ্গল নাটকের ঘনঘটা তবে পেনাল্টি শ্যুটআউটেও অবশ্য কম নাটক দেখতে পাওয়া যায়নি। এফসি গোয়ার হয়ে স্পট কিক মিস করেন বোরহা হেরো। এরপর ইস্টবেঙ্গলের প্যালেস্তাইন মিডফিল্ডার মহম্মদ রশিদ মিস করতেই ম্য়াচ গড়ায় সাডেন ডেথে। আর সাডেন ডেথের চাপ নিতে পারলেন না পিভি বিষ্ণু। শেষপর্যন্ত তিনি গোল মিস করতেই গোয়ার জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। অবশেষে সাহিল তাভোরার গোল লাল হলুদের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। East Bengal FC, Super Cup 2025 Final: 'ইস্টবেঙ্গল ক্লাবের গুরুত্ব...', ফাইনালের আগে চরম হুঙ্কার লাল-হলুদ অধিনায়কের তবে একথা অনস্বীকার্য, দুটো দলই একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যায়। স্নায়ুর লড়াইয়ে যদি বিষ্ণু পরাস্ত না হতেন, তাহলে এই ম্য়াচে ফলাফল আলাদাও হতে পারত। অন্যদিকে, এফসি গোয়া আবার এক ঢিলে ২ পাখি মারলেন। ২০২৫ সুপার কাপ জয়ের পাশাপাশি তারা আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিদ ২ টুর্নামেন্টের টিকিটও কনফার্ম করে ফেলল। East Bengal FC Today Match: এই ছোট্ট উপায়ে সুপার কাপ জিততে চায় ইস্টবেঙ্গল, ইঙ্গিত বিনো জর্জের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত রবিবাসরীয় ফাইনাল ম্য়াচে কোন দল ভাল খেলেছে, আর কারা খারাপ; সেটা বিচার করা সম্ভব নয়। দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। ম্য়াচের ১২০ মিনিট পর্যন্ত তো কোনও দলই গোল করতে পারেনি। Top 5 East Bengal Footballer: সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল, নেপথ্যে এই ৫ ফুটবলারের অসামান্য লড়াই শেষবেলায় পরিবর্ত ফুটবলার হিসেবে বাজিমাত করলেন সাহিল তাভোরা। মহম্মদ রশিদ এবং পিভি বিষ্ণু গোল মিস করার পর সাহিলের স্পট কিক গোয়ার জয় নিশ্চিত করে। ইস্টবেঙ্গলের এই ২ ফুটবলারের শটই গোলপোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। ঘরের মাঠে এই জয় গোয়ার সমর্থকরাও যারপরনাই উপভোগ করলেন। এই ম্য়াচে ইস্টবেঙ্গল পরাস্ত হলেও রেগুলেশন টাইমের ৯০ মিনিট তারা কিন্তু নজরকাড়া ফুটবল উপহার দিয়েছিল। যেভাবে তারা বিপক্ষ দলের জন্য় পরিকল্পনা করেছিল, ঠিক সেটাই মাঠে কার্যকর করেছে। ঘরোয়া দলকে তারা একটা সময় রীতিমতো হতাশ করে দিয়েছিল। কোনওবারই বিপক্ষের আক্রমণকে তারা দানা বাঁধতে দেয়নি।
‘এবার কাকে দোষ দেবে?’সুপার কাপে ইস্টবেঙ্গল হারতেই অস্কারের কাছে জবাবদিহি চাইছেন সন্দীপ
ইস্টবেঙ্গল হারায় মন খারাপও হচ্ছে সন্দীপের।
Mamata Banerjee |সোমবার দু’দিনের কোচবিহার সফরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি
কোচবিহার: সোমবার কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে এবিএন শীল কলেজের মাঠে হেলিকপ্টারে নামবেন তিনি। বিকেলে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করবেন। প্রথমে শুধুমাত্র জনসভা করার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রবিবার ছুটির দিনেও প্রশাসনিক মহলে ব্যাপক তোড়জোড় দেখা গিয়েছে। মঙ্গলবার রাসমেলা মাঠে তৃণমূলের জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সোমবার প্রশাসনিক বৈঠক […] The post Mamata Banerjee | সোমবার দু’দিনের কোচবিহার সফরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি appeared first on Uttarbanga Sambad .
বড়দিনে পার্ক স্ট্রিটের ধাঁচে সেজে উঠবে দিঘা, বর্ষবরণে সমুদ্রের মাঝে আতশবাজি প্রদর্শনী!
বর্ষবরণের রাতকে স্মরনীয় করতে আর কী কী পরিকল্পনা দিঘা-শংকরপুর উন্নয়ন পর্যদের?
সোনালি বিবির চিকিৎসায় ছয় সদস্যের মেডিক্যাল টিম, হাসপাতালে দেখা করলেন অনুব্রত মণ্ডল
রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে সোনালি বিবিকে।
মাথার খুলি ভেঙে দেওয়ার হুমকি, শুভেন্দুকে বেলাগাম আক্রমণ, দাপুটে তৃণমূল নেতার মন্তব্যে তোলপাড়
মালদায় রাজনৈতিক উত্তাপ চরমে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জেলা সভাপতি ও মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। শনিবার রাতের ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় তৃণমূলের সংহতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। তাঁর মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। সভামঞ্চে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, পুরাতন মালদার ভাইস চেয়ারম্যান ফিকুল ইসলাম-সহ তৃণমূলের অন্যান্য নেতারা। বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বক্সী অভিযোগ করেন, রাতের অন্ধকারে বিরোধীরা নানাভাবে ষড়যন্ত্র করছে। সুর চড়িয়ে তিনি বলেন, “যে মাথা দিয়ে ষড়যন্ত্র করছে, সেই মাথার খুলি ভেঙে দেওয়া হবে।” পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কদর্য ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার অভিযোগ তোলেন তিনি। দাবি করেন, চাইলে তৃণমূল মালদায় শুভেন্দুকে “গাড়ি থেকে নামতে দেবে না।” বক্সীর আরও অভিযোগ, বিজেপি রাজ্যে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিরোধী দলনেতার অশালীন ভাষা এবং রাজ্যজুড়ে উত্তেজনা ছড়ানোর অভিযোগেই তিনি এমন কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বলে দাবি করেন। অন্যদিকে, বিষয়টি নিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী মালদায় এসেছিলেন। অনুষ্ঠানে মানুষের ঢল দেখে তৃণমূলের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই এখন উল্টোপাল্টা মন্তব্য করছে। হিম্মত থাকলে যা বলছে, করে দেখাক।”ঘটনার জেরে মালদা জেলায় রাজনৈতিক তাপমাত্রা আরও বেড়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরও পড়ুন- পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা, আসছেন মমতাও? আরও পড়ুন- অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি আরও পড়ুন- বাবরি মসজিদের শিলান্যাস, হুমায়ুনকে খোঁচা ইকবাল আনসারির
Goa |গোয়া নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড: কাঠের আসবাবপত্রে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ার একটি নাইটক্লাবে ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার পুলিশ সূত্র জানা গিয়েছে, ক্লাবের কাঠের কাঠামো এবং আসবাবপত্রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া, ক্লাবে মাত্র দুটি বাইরে বেরনোর পথ (exit gates) থাকায় বহু মানুষ ভেতরে আটকা পড়েন। কর্তৃপক্ষ এও স্পষ্ট করেছে যে, কোনও বিস্ফোরণ ঘটেনি। […] The post Goa | গোয়া নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড: কাঠের আসবাবপত্রে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন! appeared first on Uttarbanga Sambad .
ভারতে ‘ডোনাল্ড ট্রাম্প এভিনিউ’! মার্কিন প্রেসিডেন্টের নামে রাস্তা হচ্ছে কোন শহরে?
বিদেশ মন্ত্রক ও মার্কিন দূতাবাসকে চিঠি দিল রাজ্য সরকার।
জালনোট পাচারের অভিযোগ! নদিয়ায় পুলিশের জালে বিজেপি নেতা
ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
‘ধুরন্ধর’ছবির সঙ্গে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর বিশেষ যোগ, কোথায় মিল পাচ্ছেন দর্শকরা?
'ধুরন্ধর' ছবি নিয়ে দর্শক মহলে চলছে তুঙ্গে চর্চা।
Cricket Controversy: ফের কলঙ্কিত ক্রিকেট! অ্যাসেজে তোলপাড় করা ঝামেলা স্মিথ-আর্চারের, কী হয়েছিল?
গাব্বা টেস্ট ম্য়াচেও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ধামাকাদার পারফরম্য়ান্স অব্যাহত। আর সেকারণেই তারা দ্য অ্যাশেজ ২০২৫-২৬ (Ashes Series 2025-26) সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team) ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। গাব্বা টেস্ট ম্য়াচের দ্বিতীয় থেকে চতুর্থ দিন পর্যন্ত আয়োজক দল বিধ্বংসী পারফরম্য়ান্স করেছে। Ashes 2025: বদলে গেল অ্যাসেজের ইতিহাস, ২ দিনে ম্যাচ পকেটে পুরল অস্ট্রেলিয়া এই অসাধ্য সাধনের নেপথ্যে যাঁরা রয়েছেন, সেই তালিকায় সবার উপরে নাম রয়েছে স্টিভ স্মিথের (Steve Smith)। চতুর্থ দিন অস্ট্রেলিয়া ক্রিকেট দল যখন জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়েছিল, সেইসময় স্টিভ স্মিথ এবং জোফ্রা আর্চারের (Jofra Archer) মধ্যে একেবারে নোংরা ঝামেলা হয়। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। England vs Australia: ফের ডুবল ব্রিটিশ সূর্য, পারথের পর গাব্বাতেও জয়জয়কার অস্ট্রেলিয়ার! ঝামেলায় জড়ালেন স্টিভ স্মিথ এবং জোফ্রা আর্চার চতুর্থ দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস চলাকালীন যখন স্টিভ স্মিথ ব্য়াট করার জন্য মাঠে নামেন, সেইসময় ক্যাঙারু ব্রিগেড জয়ের একেবারে কাছাকাছি ছিল। এই পরিস্থিতিতে স্মিথ হাত খুলে খেলতে শুরু করেন। এমন একটা সময়ে স্মিথ একটু খোঁচা দিয়ে জোফ্রা আর্চারকে বলেন, 'যখন এই ম্য়াচে আর কিছু বাকি নেই, তখনও জোরে বল করছ, চ্যাম্পিয়ন।' এমন কথা শুনে আর্চার রীতিমতো রেগে যান। পরের বলেই তিনি বাউন্সার ডেলিভারি করেন। বলটা মিস করেন স্টিভ স্মিথ। এরপর আর্চার এগিয়ে এসে কিছু একটা বলেন। আর্চারের কথায় পালটা রেগে যান স্মিথও। এরপর তিনি আর্চারকে ২ চার এবং ১ ছক্কা মারেন। Jofra Archer Bowling: বল না আগুনের গোলা? আর্চারের সামনে 'চিৎপটাং' তারকা অজ়ি ব্যাটার দেখুন ভিডিও: So what was really said between Steve Smith and Jofra Archer? #Ashes match report: https://t.co/SkujfBPfzF pic.twitter.com/GOYLx0VRd7 — cricket.com.au (@cricketcomau) December 7, 2025 হেসেখেলে গাব্বা টেস্ট জিতল অস্ট্রেলিয়া পিঙ্ক বল টেস্টে বেন স্টোকস টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। জো রুট প্রথম ইনিংসে ১৩৮ রানে অপরাজিত থাকলেও ইংরেজরা মাত্র ৩৩৪ রানই করতে পারে। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসেই ৫১১ রান করে ফেলে। সেকারণে তারা একটা বড় লিড পেয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২৪১ রানেই গুটিয়ে যায়। সেকারণে অস্ট্রেলিয়ার সামনে এই ম্য়াচে জয়ের জন্য টার্গেট ছিল মাত্র ৬৫ রান। আর সেটা তারা সহজেই ২ উইকেট হারিয়ে হাসিল করে নেয়। অস্ট্রেলিয়া আগামী টেস্ট ম্য়াচে জয়লাভ করলেই এই সিরিজটা পকেটে পুরে ফেলতে পারবে।
দিঘার তাজপুর সৈকতে ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে কেয়া বন, অভিযুক্ত পিকনিক পার্টি
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকল।
গৌরবের ‘বিজয় দিবস’, ৮ মুক্তিযোদ্ধা-সহ কলকাতা আসছেন বাংলাদেশি অতিথিরা
রবিবার বিজয় দুর্গে এর সূচনা করেন ইস্টার্ন কমান্ডের সেনাকর্তা মেজর জেনারেল ভানগুরু রঘু।
এ যুগের মীরাবাই! প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণকে বিয়ে উত্তরপ্রদেশের তরুণীর, ভাইরাল ভিডিও
রীতিমতো ধুমধাম করে হল ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান।
মেসেজে তিতিবিরক্ত? এবার WhatsApp গ্রুপ লিভ করলে টের পাবে না কাকপক্ষীও!
এখনই জেনে নিন পদ্ধতি।
‘অস্ত্রত্যাগে রাজি, তবে…’হামাসের শর্ত মানবে কি ইজরায়েল?
কী শর্ত দিল হামাস?
CAA-তে নাগরিকত্ব পেয়েই দলবদল, তৃণমূলে যোগ বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ ‘বাংলাদেশি’র!
কী বলছেন অসীম সরকার?
কেন এত ‘পছন্দের’হর্ষিত? কারণ জানালেন গম্ভীর, বিশ্বকাপের পরিকল্পনাতেও থাকছেন তারকা পেসার
বিশ্বকাপে হর্ষিতকে নিয়ে কী পরিকল্পনা গম্ভীরের?
IndiGo |উড়ান পরিষেবা স্বাভাবিকের পথে! ৬১০ কোটি রিফান্ড দিল ইন্ডিগো
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo)-র পরিষেবা বিপর্যয়ের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইন্ডিগো ১৩৭টি গন্তব্যে ১,৬৫০-টিরও বেশি ফ্লাইট পরিচালনা করছে, যা গতকালের ১,৫০০ ফ্লাইটের চেয়ে বেশি। এয়ারলাইনটির সময়মতো যাত্রা শুরুর(On-Time Performance) হারও গতকালের ৩০ শতাংশ থেকে বেড়ে ৭৫ শতাংশে পৌঁছেছে। ফ্লাইট বাতিলের কারণে বিমান ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি […] The post IndiGo | উড়ান পরিষেবা স্বাভাবিকের পথে! ৬১০ কোটি রিফান্ড দিল ইন্ডিগো appeared first on Uttarbanga Sambad .
‘ওদের উপস্থিতি বদলে দেয় ড্রেসিংরুম’, রো-কো জুটির ‘আলাদা আচরণ’প্রাপ্য, দাবি বাঙ্গারের
প্রাক্তন কোচের কথায়, 'ড্রেসিংরুমে তাঁদের উপস্থিতি দলের পরিবেশ বদলে দিতে পারে।'
Fake Note seized |হাত বদলের আগেই আগেই পুলিশের জালে, ১০ লক্ষাধিক টাকার জাল নোট সহ গ্রেপ্তার পাচারকারী
মালদা: পাচারের আগেই পুলিশের জালে জাল নোট পাচারকারী। রবিবার সকালে মহদিপুর গ্রাম পঞ্চায়েতের বেকি এলাকা থেকে জাল নোট সহ পাচারকারীকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হানিফ শেখ। সে বৈষ্ণবনগর থানার অন্তর্গত শবদলপুর এলাকার বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন সকালে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় মহদিপুর গ্রাম পঞ্চায়েতের […] The post Fake Note seized | হাত বদলের আগেই আগেই পুলিশের জালে, ১০ লক্ষাধিক টাকার জাল নোট সহ গ্রেপ্তার পাচারকারী appeared first on Uttarbanga Sambad .
মাছ-মাংসে অরুচি? শীতে মাশরুমের এই সহজ পদেই হোক রসনাতৃপ্তি
সহজেই রেঁধে নিন সুস্বাদু পদ।
Blood Pressure Control Tips: শীতকাল প্রকৃতির এক আরামদায়ক পর্ব হলেও অনেকের জন্য এটি স্বাস্থ্যের দিক থেকে চ্যালেঞ্জের ব্যাপার। বিশেষ করে যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের জন্য শীতকালে একটু বেশি সতর্কতা দরকার। কারণ ঠান্ডা পড়লেই রক্তচাপ বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। শীতল আবহাওয়া শরীর গরম রাখতে রক্তনালিগুলিকে সংকুচিত করে। রক্তনালি সংকুচিত হলে রক্ত সঞ্চালন সংকীর্ণ পথে চলাচল করতে বাধ্য হয়। ফলে হৃদপিণ্ডকে আরও বেশি শক্তি নিয়ে রক্ত পাম্প করতে হয়। এই বাড়তি চাপই রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ। তাই শীতের শুরু হলেই অনেক উচ্চ রক্তচাপের রোগী মাথা ব্যথা, মাথা ঘোরা, ক্লান্তি বা হঠাৎ চাপ বেড়ে যাওয়ার মত উপসর্গ অনুভব করেন। রক্তচাপ হল শরীরের রক্তনালিগুলিতে প্রবাহিত রক্তের চাপ পরিমাপের একটি সূচক। সাধারণত স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০ মিমিএইচজি হওয়া উচিত। এর থেকে বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ ধরা হয়, আর দীর্ঘমেয়াদে এই বাড়তি চাপ হৃদরোগ, কিডনি বিকল, স্ট্রোক এমনকী চোখের সমস্যার ঝুঁকি বাড়ায়। ঠান্ডা আবহাওয়া এই ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। তাই শীতকালে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে জীবনযাপনে কিছু পরিবর্তন আনা যেমন প্রয়োজন, তেমনই খাদ্যাভ্যাসেও বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। আরও পড়ুন- সকালে খালি পেটে খান এককোয়া রসুন, মিলবে অবাক করা উপকারিতা! শীতকালের কিছু খাবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর। বিশেষজ্ঞরা বলেন শুকনো ফলগুলো এই তালিকায় অন্যতম। শীতে শরীরের বিপাকক্রিয়া কিছুটা ধীরে কাজ করে, ফলে শরীর গরম রাখতে এবং রক্তচাপ স্থিতিশীল রাখতে পুষ্টিকর খাবার দরকার। শুকনো ফলে থাকা খনিজ, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে স্নায়ুর চাপ কমায় এবং রক্তপ্রবাহকে স্বাভাবিক রাখে। বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ভিটামিন ই, যেগুলি রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং স্নায়ুকে শিথিল রাখতে সাহায্য করে। প্রতিদিন সকালে ভেজানো কয়েকটি বাদাম রক্তচাপ স্থিতিশীল রাখতে সহায়ক। আরও পড়ুন- শৌচাগারে খালি বালতি রেখে দেন? বাথরুমের এই ছোট ভুলই জীবনকে ঠেলে দিচ্ছে বিপর্যয়ের দিকে! আখরোটে থাকা ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড হৃদপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী। শীতে রক্তচাপ নিয়ন্ত্রণে আখরোট একটি প্রাকৃতিক সাপোর্ট হিসেবে কাজ করে, কারণ এটি শরীরের প্রদাহ কমায়, হৃদরোগের ঝুঁকি হ্রাস করে এবং রক্ত প্রবাহকে নমনীয় রাখে। অনেকেই সকালে খালি পেটে আখরোট খেয়ে থাকেন, আবার কেউ কেউ বিকেলের নাস্তা হিসেবে খান আখরোট খান, দুটো ক্ষেত্রেই উপকার পাওয়া যায়। আরও পড়ুন- সকালে মাত্র ১০ মিনিট এটি করুন, শরীরে অক্সিজেনের মাত্রা বাড়বে দ্রুত খেজুরও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকর একটি ফল। এতে থাকা পটাশিয়াম শরীরে সোডিয়ামের মাত্রা কমিয়ে রক্তচাপ ভারসাম্যপূর্ণ রাখে। শীতকালের শুকনো বা ঠান্ডা আবহাওয়ায় শরীরে অজান্তেই সোডিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে বা জলাভাব দেখা দিতে পারে। প্রতিদিন ২–৩টি খেজুর শরীরে শক্তি বৃদ্ধি এবং রক্তচাপ স্থিতিশীল রাখতে সাহায্য করে। খেজুরে থাকা প্রাকৃতিক চিনি শরীরকে তৎক্ষণিক শক্তি দেয়, ফলে শীতের ক্লান্তি দূর হয়। আরও পড়ুন- বিপদ ডাকছেন! কাল থেকে বরং ছেড়ে দিন নন-স্টিক প্যান, পরামর্শ বিশেষজ্ঞদের কাজুতে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, ম্যাগনেসিয়াম এবং খনিজ উপাদান যা হৃদপিণ্ডের ওপর চাপ কমায় এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। অনেকেই জানান, পরিমিত পরিমাণ কাজু খেলে শীতকালে হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার সমস্যা কিছুটা কমে। তবে কাজু ক্যালোরি সমৃদ্ধ হওয়ায় অতিরিক্ত সেবন ওজনবৃদ্ধির কারণ হতে পারে, আর ওজন বেড়ে গেলে রক্তচাপের ঝুঁকি আরও বেড়ে যায়। তাই কাজু নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়া উচিত। শুধু খাবার নয়, শীতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু অভ্যাসও জরুরি। শীতের সকালে অনেকেই বাইরে বেরোতে চান না, কিন্তু রক্তচাপ স্থিতিশীল রাখতে নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম অপরিহার্য। শরীর নড়াচড়া করলে রক্তনালিগুলি নমনীয় থাকে এবং হার্টের ওপর চাপ কম পড়ে। পর্যাপ্ত জল পান করাও জরুরি, কারণ শীতে তেষ্টা কম পেলে শরীরে জলাভাব দ্রুত বাড়তে পারে। জলাভাব রক্তকে ঘন করে দেয় এবং রক্তচাপ বাড়ায়। তাই দিনে কয়েকবার অল্প করে জলপানের অভ্যাস জরুরি। শীতকালে মানসিক চাপও রক্তচাপ বাড়াতে বড় ভূমিকা রাখে। ঠান্ডার কারণে কর্মক্ষমতা কমে গেলে বা সূর্যালোক কম পাওয়া গেলে হরমোনের পরিবর্তন দেখা যায়, যা স্নায়ুর ওপর প্রভাব ফেলে। তাই নিয়মিত ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাস অনুশীলন এবং পর্যাপ্ত ঘুম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। উচ্চ লবণযুক্ত খাবার পরিহার করা, অতিরিক্ত চা-কফি কমানো এবং গরম পোশাক পরে শরীর উষ্ণ রাখা—এসবই শীতকালীন রক্তচাপ স্থিতিশীল রাখতে সহায়ক। ঠান্ডা আবহাওয়ায় রক্তচাপ বেড়ে যাওয়ার প্রবণতাই স্বাভাবিক সব মিলিয়ে বলা যায়, ঠান্ডা আবহাওয়ায় রক্তচাপ বেড়ে যাওয়ার প্রবণতাই স্বাভাবিক। খাদ্যাভ্যাসে শুকনো ফল, সঠিক পরিমাণ জল, হালকা ব্যায়াম এবং মানসিক প্রশান্তি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে বড় ভূমিকা নেয়। শীতে যাঁরা উচ্চ রক্তচাপের রোগী, তাঁদের জন্য এই সময় সচেতনতা দ্বিগুণ হওয়া উচিত, কারণ সময়মতো নিয়ন্ত্রণ না করলে এটি হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। তবে সঠিক অভ্যাস এবং পুষ্টিকর খাদ্যের সাহায্যে শীতকালেও সুস্থভাবে কাটানো সম্ভব।
‘বেশি প্রস্তুতি নিয়ে ফেলেছি’, অ্যাসেজে হেরে আজব সাফাই ইংল্যান্ড কোচ ম্যাকালামের
'অস্ট্রেলিয়া দুর্বলদের জন্য নয়', নিজেদের দুষছেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস।
দুঃসময় থেকে উদ্ধার চাইতে মহাগুরু মিঠুনকে চিঠি, কী এমন লিখেছিলেন রাজ?
আইডল কে চিঠি লিখতে কে না ভালোবাসে? ছোট থেকে যাকে মানুষ নিজের আইডল হিসেবে দেখেন, অনেক ভক্তেই আছেন তাকে চিঠি পাঠান। যদিও সমাজ মাধ্যমে, এখন সব তারকাকে ফলো করা খুব সহজ, তবে একসময় যা ছিল, সে কথা আর কাউকে না বোঝাতে হয় না। তাই তো, একবার নিজেকে বাঁচাতে রাজ একবার মিঠুন চক্রবর্তীর কাছে চিঠি লিখেছিলেন। রাজ ছোট থেকেই মিঠুনকে আইডল মানতেন। এবং থিয়েটারের প্রতি তাঁর প্রেম ছিল অগাধ। তাই তো, রাজ একবার মহাগুরুকে চিঠি লিখে বসেছিলেন। রাজ বলেন, আমার কাছে উনার স্ট্রাগল করে বড় হওয়াটা, দারুণ অনুপ্রেরণার ছিল। আর আমিও চক্রবর্তী - উনিও চক্রবর্তী। তাই একটা ভালবাসাও ছিল। তখন নিউজে পড়তাম, যে যারা স্ট্রাগলার তাঁদের পাশে দাঁড়ান মিঠুন দা। সেই কারণেই কি চিঠি লিখেছিলেন? আসলে না... বিষয়টা ছিল অন্যরকম। Palash Muchchal statement: বিবাহ বাতিল! পলাশ মুছলের কঠোর সতর্কবার্তা, ‘মিথ্যা পোস্ট ছড়ালে...' রাজ নিজেকে মিঠুনের ভাইয়ের মতোই মনে করতেন। তাই তার মনে হয়েছিল তার জীবনে প্রতিদিন যে ধরনের ঘটনা ঘটছে, সেটা মিঠুন দা সমস্যার সমাধান করতে পারবেন। পরিচালক শোনা গিয়েছিল, প্রতিদিন বাড়িতে মায়ের কাছে ঠান্ডা জলের স্নান করা, এবং মার খেয়ে জর্জরিত আমার মনে হয়েছিল যা করার এবার মিঠুন দাই করতে পারে। নানারকম অত্যাচারের পর আমার মনে হয়েছিল যে এবার যদি মিঠুন দাকে আমি একটা চিঠি লিখি, তাহলে যদি কোন সুরাহা হয়। আমি একটা চিঠি লিখেছিলাম উনাকে। Raj Chakraborty: রাজ চক্রবর্তীর ছবিতে না, কে ফিরিয়ে দিয়েছিলেন পরিচালককে? সেই চিঠিতে কি এমন লিখেছিলেন রাজ চক্রবর্তী? পরিচালক নিজের মনের দুঃখের কথা সেই চিঠিতে জাহির করে বলেছিলেন। রাজ বলেন, আমি সেই চিঠিতে লিখেছিলাম যে, দাদা আমি আপনার ভাইয়ের মত, আমি আপনার কাছে চলে আসছি। আমি জানি আপনি অনেককে সুযোগ-টুযোগ দেন। এবং আপনি পারেন আমায় বাঁচাতে। আমিও চক্রবর্তী। যদিও পরবর্তীকালে ডান্স বাংলা ডান্সের, দৌলতে রাজের সঙ্গে মিঠুন চক্রবর্তীর সম্পর্ক এক স্বাক্ষরতায় পরিণত হয়।
Basirhat Murder: ফের বাংলার বুকে চলল গুলি, লুটিয়ে পড়ে মৃত্যু যুবকের, তুলকালাম বসিরহাট
Basirhat Murder: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট-১ ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ আরেক বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পুরনো ব্যবসায়িক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে অভিযুক্ত আমির মণ্ডল ফোনে ডেকে নিয়ে গিয়ে আসাদুল গাজীকে ফাঁকা মাঠের বাঁশবাগানে নিয়ে গলায় গুলি করে খুন করে। নিহত যুবকের নাম আসাদুল গাজী (২৮) । তিনি শঙ্করপুর গ্রামের বাসিন্দা এবং পোলট্রি মুরগির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারের অভিযোগ, রাতে বাড়ি না ফেরায় তাঁরা ফোন করলে মোবাইল সুইচ অফ পাওয়া যায়। এরপর খোঁজাখুঁজির মধ্যে পুলিশ সূত্রে খবর পান যে আসাদুলকে গুলি করে খুন করা হয়েছে। রবিবার সকালে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আমির মণ্ডলের দোকানে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেন। তাদের অভিযোগ, আমিরের অতীতে নিজের মাকেও ঘরে আটকে রেখে খুনের অভিযোগ ছিল।ঘটনার পর বসিরহাট থানার পুলিশ তৎপর হয়ে আমির মণ্ডলসহ ২ জনকে গ্রেফতার করেছে। এই খুনে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রাতের অন্ধকারে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে গলায় গুলি করে আসাদুলকে খুন করা হয়েছে। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত টাকা-পয়সার জেরেই এই খুন বলে তাঁদের অনুমান। যদিও দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক ছিল বলেও দাবি করে পরিবার। অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। আরও পড়ুন- পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা, আসছেন মমতাও? আরও পড়ুন- অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি
ইএমআই-এ দামি ফোন কিনে দেয়নি বাবা, ঝাড়খণ্ডে অভিমানে আত্মঘাতী যুবক!
১৪০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার হয় ২০ বছরের ঝাড়খণ্ডের ওই যুবকের দেহ।
হুইপ প্রথা বন্ধ হোক, পার্টি লাইনে ভোট দিতে বাধ্য করা যাবে না সাংসদদের, নয়া বিল লোকসভায়
ঘটনাচক্রে, মণীশ কংগ্রেসের অন্দরে 'বিক্ষুব্ধ' বলেই পরিচিত। দাবি, রাহুল গান্ধীর শিবিরের কাছে শশী থারুর যে দোষে দুষ্ট, সেই একই দোষে মণীশও দুষ্ট।
‘বিরাটরা খেলবেন চিন্নাস্বামীতেই’, সরকারি নির্দেশের ‘উলটো সুর’কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর!
পদপিষ্ট কাণ্ডের পর চিন্নাস্বামী নিয়ে কড়া পদক্ষেপ করেছে কর্নাটক সরকার।
বছরভর এই শহরে সবচেয়ে বেশি ভিড় জমালেন বিদেশি পর্যটকরা, আপনি ঘুরে এসেছেন?
২০২৫ সালে পর্যটকদের পছন্দের তালিকায় বিশ্বের কোন কোন শহর, দেখে নিন।
যাদবপুরের মাঠে বিপক্ষকে ‘নয়ছয়’, সৈয়দ মুস্তাক আলিতে ইতিহাস অখ্যাত বোলারের
তাঁর এই দুর্ধর্ষ বোলিংয়ের সৌজন্যে দারুণ জয় পেয়েছে মধ্যপ্রদেশ।
East Bengal FC vs FC Goa Live Updates: ২০২৫ সুপার কাপে (Super Cup 2025) ফাইনাল কাউন্টডাউন ইতিমধ্য়ে শুরু হয়ে গিয়েছে। গোটা টুর্নামেন্টে ইস্টবেঙ্গল যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেছে। এবার ফাইনাল ম্য়াচে তারা এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে। এই ম্য়াচটা জিততে পারলেই খেতাব ঘরে তুলতে পারবে তারা। East Bengal FC, Super Cup 2025 Final: 'ইস্টবেঙ্গল ক্লাবের গুরুত্ব...', ফাইনালের আগে চরম হুঙ্কার লাল-হলুদ অধিনায়কের লাল-হলুদ ব্রিগেডের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী দলের সহকারী কোচ বিনো জর্জ। সেমিফাইনাল ম্য়াচে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে আগ্রাসী আচরণের জন্য লাল কার্ড দেখেছিলেন ইস্টবেঙ্গলের হেড স্যার অস্কার ব্রুজোঁ। সেকারণে ফাইনাল ম্য়াচে তিনি সাইড লাইনে দাঁড়াতে পারবেন না। এই পরিস্থিতিতে দল হয়ত সেভাবে কোনও সমস্যায় পড়বে না বলেই আশা সমর্থকদের। East Bengal FC Today Match: এই ছোট্ট উপায়ে সুপার কাপ জিততে চায় ইস্টবেঙ্গল, ইঙ্গিত বিনো জর্জের সহজে ছাড়বে না গোয়াও তবে প্রতিপক্ষ হিসেবে গোয়াও খুব একটা সহজ হবে না। একে তো তারা ঘরের মাঠে খেলছে। সেকারণে একটা আলাদা আত্মবিশ্বাস তাদের মধ্যে কাজ করবে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাদের রেকর্ডও যথেষ্ট ভাল। ইতিমধ্যে দুটো দলের মধ্যে মোট ১১ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে সাতটি ম্য়াচে জয়লাভ করেছে গোয়া। East Bengal FC: সেমির লড়াইয়ে জ্বলল মশাল, ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল? আর ইস্টবেঙ্গল জিতেছে মাত্র দুটো ম্য়াচে। বাকি ২ ম্য়াচ ড্র হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আজকের ম্য়াচেও মানসিকভাবে গোয়া যে অ্যাডভান্টেজ পজ়িশনে থাকবে, তা বলাই বাহুল্য। যদিও ম্য়াচের ১ দিন আগে সাংবাদিক বৈঠকে এসে লাল-হলুদ ব্রিগেডকে যথেষ্ট সমীহই করেছিলেন এফসি গোয়ার কোচ মানোলো মার্কোয়েজ়। দেখতে থাকুন ম্য়াচের লাইভ আপডেটস:
আতশবাজি থেকেই লেলিহান আগুন, নৈশক্লাবে অগ্নিকাণ্ডে মুখ খুললেন গোয়ার মুখ্যমন্ত্রী
গ্যাস সিলিন্ডার ব্লাস্টের দাবি উড়িয়ে দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী।
Dipika Kakar: 'আমি শুধু আমার ছেলের জন্য', কেন একথা প্রকাশ্যে বললেন ক্যানসার আক্রান্ত দীপিকা?
অভিনেত্রী দীপিকা কক্কর এবং তার স্বামী শোয়েব ইব্রাহিম সম্প্রতি রশ্মি দেশাইয়ের নতুন পডকাস্টে উপস্থিত হয়ে তাঁদের প্রেম, দাম্পত্য ও সন্তানকে বড় করার যাত্রা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সেখানে দীপিকা জানান, তাঁর জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি- যে দিন তিনি ক্যান্সার নির্ণয়ের আশঙ্কায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি জানান, “সবকিছু ঠিকঠাকই চলছিল। আমরা মাত্র কাশ্মীর ভ্রমণ শেষে ফিরেছি এবং ভ্লগ, ছবি- সব দেখে খুব ভালো সময় কাটছিল। কিন্তু কয়েক দিনের মধ্যেই আমার শরীরে সমস্যা দেখা দিল। হঠাৎই পেটে ব্যথা অনুভব করছিলাম। আমি ভেবেছিলাম সাধারণ অ্যাসিডিটিরই সমস্যা। ডাক্তার সিটি স্ক্যান করার পরামর্শ দিলেন এবং আমরা তাতে রাজি হয়ে যাই।” পরদিন স্ক্যানের রিপোর্টে জানা যায় আমার শরীরে একটি টিউমার রয়েছে। সেটি ম্যালিগন্যান্ট কিনা তখনও নিশ্চিত নয়, তবে খবরটি আমাদের ভয়াবহভাবে নাড়িয়ে দেয়। Palash Muchchal statement: বিবাহ বাতিল! পলাশ মুছলের কঠোর সতর্কবার্তা, ‘মিথ্যা পোস্ট ছড়ালে...' রিপোর্টের পরই দীপিকার, প্রথম উদ্বেগ ছিল তাদের ছেলে রুহানকে নিয়েই। সেই সময় দীপিকা বুকের দুধ খাওয়াচ্ছিলেন এবং পরিস্থিতির চাপে তাঁদের সেটি বন্ধ করে দিতে হয়। দীপিকা বলেন, “সেদিন প্রথমবার আমি রুহানকে মায়ের কাছে দিয়ে, বেরিয়ে পড়ি হাসপাতালে। ও তখন খুব কাঁদছিল, কারণ আমি তাকে খাওয়াতে পারছিলাম না। আর গাড়িতে বসেই আমি মানসিকভাবে ভেঙে পড়ি। মনে হচ্ছিল, ক্যান্সার হলেও আমার কোনো আক্ষেপ নেই- শুধু সুস্থ হয়ে রুহানের সঙ্গে থাকতে চাই। এই ভয়াবহ খবরের পর দম্পতি লবিতেই ভেঙে পড়েছিলেন। দু’জন একে অপরকে জড়িয়ে কাঁদলেও পরে সিদ্ধান্ত নেন-এরপর আর ভাঙবেন না। দীপিকা বলেন, “চুল পড়ে যাবে কিনা, ওজন বাড়বে কিনা- এসব নিয়ে আমার কোনোই ভাবনা ছিল না। আমার একটাই ইচ্ছে ছিল- আমি সুস্থ হই, রুহানের কাছে ফিরে যাই।” ‘পার্বতী’-র ঘরে নতুন অতিথি! মা হলেন সোনারিকা ভাদোরিয়া অন্যদিকে শোয়েব বললেন, অস্ত্রোপচারের দিন ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়। “সকালে ওটিতে ওকে পৌঁছে দিয়েছিলাম। অপারেশন ১৪-১৫ ঘণ্টা চলার কথা ছিল। আমি কারও সঙ্গে কথা বলতে পারছিলাম না, কাঁদতেও পারছিলাম না, শুধু প্রার্থনা করছিলাম। শুনেছিলাম দীপিকাকে রাতভর ভেন্টিলেটরে রাখতে হতে পারে, আর তাতেই আতঙ্ক আরও বেড়ে যায়। আমি ডাক্তারদের শুধু একটাই কথা বলেছিলাম-‘দীপিকাকে ভাল করে দিন, বাকিটা আপনারা ঠিক করে নিন।’ এই অভিজ্ঞতা তাঁদের জীবনে নতুন শক্তি ও উপলব্ধি এনে দেয়- ভালবাসা, বিশ্বাস আর প্রার্থনা কখনও কখনও সবকিছুকে জয় করতে পারে।
কটকে একাই অনুশীলনে ডুবে হার্দিক, চোট সারিয়ে কামব্যাকের সিরিজে নজরে বিশ্বকাপও!
এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া।
Humayun Kabir: আগামী ১৭ ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা করার কথা ঘোষণা করলেও তড়িঘড়ি সিদ্ধান্ত বদল সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। 'আপাতত বিধায়ক পদ থেকে ইস্তফা নয়'। গতকাল বাবরি মসজিদের শিলান্যাসের পর আজ রবিবার এমনটাই জানিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি আরও বলেন, আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে তারা বলছে আপনি পদত্যাগ করবেন না । আবার ভোটের দাঁড়াবেন আমরা আপনাকে আবার জেতাবো। ভরতপুরের মানুষের কথা মেনে আমি আপাতত বিধায়ক হিসাবে পদত্যাগ করছি না। পাশাপাশি মিমের সঙ্গে জোট বেঁধে আগামী ২২ ডিসেম্বর নতুন দলের কথাঘোষণা করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। তিনি এদিন আরও জানান, 'ত্ণমূল শুধু বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করেছে। আগামী ২২ তারিখ আমার নতুন দল ওপেন হচ্ছে। ওয়াইসি সাহেবের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে হায়দ্রাবাদে আসতে অনুরোধ করেছেন। আমার কর্মী সম্মেলনে ওনাকে নিমন্ত্রণ করব। ওয়াইসি সাহেব উদগ্রীব হয়ে আছেন হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের জন্য। আমার লক্ষ্য আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে উৎখাত করা। শাসক দল প্রসঙ্গে সাসপেন্ডেড নেতা বলেন, গোষ্ঠী সংঘর্ষে শেষ হয়ে যাবে তৃণমূল। আমার সঙ্গে যা হয়েছে ফিরহাদ হাকিমকে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে আজ রবিবার ব্রিগেড পারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে 'পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ'। এই অনুষ্ঠানের আয়োজন করছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’। এরই পালটা এক লক্ষ কন্ঠে কোরান পাঠের ঘোষণা হুমায়ুন কবীরের। ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে এই অনুষ্ঠান হতে চলেছে বলেই হুঙ্কার ছোঁড়েন ভরতপুরের বিধায়ক। তিনি বলেন, কোরান পাঠের পর মাংস ভাত খাইয়ে বাবরি মসজিদের কাজ শুরু করব, বিজেপিকে নিশানা করে হুমায়ুন কবীর আরওবলেন, বাংলা দখল করার জন্য বিজেপি গীতা পাঠের আয়োজন করেছে। গতকালই মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝে বাবরি মসজিদের আদলে নতুন মসজিদের শিলান্যাস করেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। গতকাল সভাস্থল থেকেই মমতাকে নিশানা করে বলেন, এদিন অনুষ্ঠানস্থল থেকে ভাষণে মমতাকে নিশানা করে হুমায়ুন কবীর বলেন, “মুখ্যমন্ত্রী যা করবেন, সেটাই ঠিক। বাকিরা যা বলবে সেটা ভুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অহঙ্কার। মতাকে মুখ্যমন্ত্রী করে কী পেয়েছে সংখ্যালঘুরা? তিনি আরও বলেন, “বাংলায় ৩৭ শতাংশ সংখ্যালঘু আছে। তাদের সিংহভাগের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। খুব অহঙ্কার হয়েছে। চূর্ণ করব আমি। আমি ওঁকে প্রাক্তন করবই।” পাশাপাশি তিনি অভিযোগ করেছেন ধাপে ধাপে তৃণমূল সংখ্যালঘু বিধায়কের সংখ্যা কমিয়ে এনেছে। ২০১১ সালে সেই সংখ্যাটা ছিল ৬৭ জন। ২০১৬ সালে তা কমে দাঁড়ায় ৫৭-তে। ২০২১ সালে তা আরও কমে দাঁড়িয়েছে ৪৪-জনে। আরও পড়ুন- পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা, আসছেন মমতাও? আরও পড়ুন- অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি আরও পড়ুন- বাবরি মসজিদের শিলান্যাস, হুমায়ুনকে খোঁচা ইকবাল আনসারির
England vs Australia: ফের ডুবল ব্রিটিশ সূর্য, পারথের পর গাব্বাতেও জয়জয়কার অস্ট্রেলিয়ার!
Ashes Series 2025-26: পারথের পর গাব্বাতেও আরও একবার ধামাকাদার জয়লাভ করল অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team)। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড তাদের সামনে জয়ের জন্য মাত্র ৬৫ রানের টার্গেট দিয়েছিল। মাত্র দুই উইকেট হারিয়েই অস্ট্রেলিয়া এই লক্ষ্য অর্জন করে। ট্রাভিস হেড এবং মারনাস লাবুশেন দ্রুত প্যাভিলিয়ানে ফিরে গেলেও, অস্ট্রেলিয়া ৮ উইকেটে এই ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয়। Ashes 2025: বদলে গেল অ্যাসেজের ইতিহাস, ২ দিনে ম্যাচ পকেটে পুরল অস্ট্রেলিয়া এই জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাঁচ ম্যাচের অ্যাসেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। এই ম্যাচে আরও একবার আগুন পারফরম্যান্স করলেন অজি পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। তিনি মোট ৮ উইকেট শিকার করেছেন। এছাড়া ব্যাট হাতে করেছেন ৭৭ রান। অন্যদিকে, পাঁচ উইকেট শিকার করেছেন মাইকেল নেসারও। Ashes Series 2025: ৪৩ বছরে এই প্রথমবার, অ্যাসেজে সাংঘাতিক কাণ্ড ঘটালেন স্টোকস ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া এই টেস্ট ম্যাচের চতুর্থ দিন বেন স্টোকস এবং উইল জ্যাকস যথেষ্ট ভালো পার্টনারশিপ করছিলেন। সেকারণে ইংল্যান্ড অন্তত লড়াই করার মত জায়গায় পৌঁছেছিল। জ্যাকস ৪১ রানে আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ড কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অধিনায়ক স্টোকসও ৫০ রান করে নেসারের শিকার হন। এরপর চোখের নিমেষে ইংল্যান্ড দল ২৪১ রানে অলআউট হয়ে যায়। আর অস্ট্রেলিয়া জয়ের জন্য পায় ৬৫ রানের টার্গেট। Mitchell Starc New Record: বল হাতে ঝরছে আগুন! অ্যাসেজে অভাবনীয় রেকর্ড গড়লেন স্টার্ক অস্ট্রেলিয়া দল অবশ্য দ্বিতীয় ইনিংসের শুরুটা খুব একটা ভাল করতে পারেনি। ২২ রান করে আউট হয়ে যান ট্রাভিস হেড। এমনকী, মারনাস লাবুশেনও ৩ রান করে গাস অ্যাটকিনসনের বলে আউট হয়ে যান। এরপর অবশ্য অধিনায়ক স্টিভ স্মিথ এবং জ্যাক ওয়েদারাল্ড অস্ট্রেলিয়াকে জয়ের সরণীতে ফিরিয়ে আনেন। ওয়েদারাল্ড ১৭ এবং স্মিথ ৯ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। Mitchell Starc Retirement: আচমকা অবসর আগুন পেসারের, ভয়ঙ্কর সমস্যায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল নেসার-স্টার্ক জয়ের নায়ক বল হাতে আরও একবার আগুন ছোটালেন মিচেল স্টার্ক। ব্রিটিশ ব্যাটিং ডিপার্টমেন্টকে তিনি কার্যত তছনছ করে দেন। অন্যদিকে, ব্যাট হাতেও তিনি ৭৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে বল হাতে আলাদা করে নজর কাড়লেন মাইকেল নেসার। ১৬.২ ওভারে ৪২ রান দিয়ে তিনি ৫ উইকেট শিকার করেন। স্টার্ক দ্বিতীয় ইনিংসে ২ উইকেট শিকার করেন।
Harishchandrapur |জুতো পরে আম্বেদকরের ছবিতে মাল্যদান! অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার
হরিশ্চন্দ্রপুরঃ শনিবার ছিল ডঃ বি আর আম্বেদকরের জন্মদিন। আর এই দিনে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটার তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে আম্বেদকরের ছবিতে জুতো পরে মাল্যদান করে বিতর্কে জড়ালেন খোদ শাসক দলের এসসিএসটি-ওবিসি সেলের নবনিযুক্ত জেলা সভাপতি মনোজ রাম। আর এই ভিডিও গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষুব্ধ দলেরই একাংশ। (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ […] The post Harishchandrapur | জুতো পরে আম্বেদকরের ছবিতে মাল্যদান! অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার appeared first on Uttarbanga Sambad .
‘হিন্দুরা সংগঠিত ছিল না বলেই…’, গীতাপাঠের আসরে বিস্ফোরক দিলীপ
আর কী বললেন দিলীপ?
‘বেঁচে থাকাটাই সবচেয়ে বড় আশীর্বাদ’, গোয়ার অগ্নিকাণ্ডে রক্ষা পেয়ে উপলব্ধি বিদেশিনী নর্তকীর
ওই নর্তকীর পারফরম্যান্সের সময়ে আগুন ধরে যায় গোয়ার নাইটক্লাবে।
গ্রেপ্তার বিক্রম ভাট, ৩০ কোটির আইভিএফ জালিয়াতি মামলায় বিপাকে পরিচালক
মুম্বইয়ের ইয়ারি রোডে শ্যালিকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পার্সিয়ান ক্যাট নিখোঁজের পর এবার পোষ্য কুকুরের মৃত্যু! কাঠগড়ায় কলকাতার পশু ক্রেশ
কুঁদঘাট এলাকার এক ক্রেশ থেকে মাস দুই আগে পোষ্য পার্সিয়ান ক্যাট উধাও হয়ে গিয়েছিল।
Abhishek Sharma |ছক্কা হাঁকানোয় শীর্ষে! নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অভিষেক শর্মা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা অভিষেক শর্মা আরও একবার ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন। এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ টি ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই বিরল নজির গড়লেন। সৈয়দ মুশতাক আলি ট্রফি ২০২৫-২৬-এর একটি ম্যাচে পাঞ্জাব ও সার্ভিসেস মুখোমুখি হয়েছিল, সেখানেই এই কীর্তি গড়েন এই বাঁহাতি ব্যাটার। রাজীব […] The post Abhishek Sharma | ছক্কা হাঁকানোয় শীর্ষে! নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অভিষেক শর্মা appeared first on Uttarbanga Sambad .
কেন্দ্রের নির্দেশে টিকিটের মূল্য ৬১০ কোটি ফেরাল ইন্ডিগো, ফেরানো হল তিন হাজার ব্যাগও
ছ'দিনের বিভ্রাট শেষে টিকিটের দাম ফেরাল বিমানসংস্থা।
মধ্যমা প্রদর্শনের সময় আরিয়ানের পাশেই ছিলেন! কী বললেন কর্নাটকের মন্ত্রীর ছেলে?
মধ্যমা প্রদর্শন বিতর্কে আইনি জটিলতায় জড়িয়েছেন আরিয়ান।
ভারতে বসে পাক চরবৃত্তি? রাজস্থান থেকে পাকিস্তানে যাওয়ার পথে ধৃত অন্ধ্রের তথ্যপ্রযুক্তি কর্মী
অতীতেও বেআইনিভাবে পাকিস্তানে ঢুকেছেন ওই যুবক।
কুকুরের চোখের আলট্রাসাউন্ড! নজির গড়ল দেশপ্রিয় পার্কের ল্যাব
পূর্বভারতে প্রথম কুকুরের চোখের আল্ট্রাসাউন্ড হল কলকতায়!
Garlic Health Benefits: সকালে খালি পেটে খান এককোয়া রসুন, মিলবে অবাক করা উপকারিতা!
Garlic Health Benefits: রান্নাঘরের সবচেয়ে সাধারণ একটি উপাদান হল রসুন। কিন্তু এই সাধারণ উপাদানটির মধ্যেই আছে অসাধারণ ঔষধি ক্ষমতা। হাজার বছর ধরে আয়ুর্বেদ, বৈজ্ঞানিক গবেষণা এবং আধুনিক মেডিসিন—সব ক্ষেত্রেই রসুন বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিয়মিত খালি পেটে এককোয়া কাঁচা রসুন খেলে শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। হজমশক্তি উন্নত হয়, রক্ত পরিষ্কার থাকে এবং লিভারের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পায়। কারণ রসুনে থাকে অ্যালিসিন নামে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ। যা শরীরে ঢুকে কোষকে মুক্ত র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। তবে, অ্যালিসিনের মাত্রা তখনই সবচেয়ে বেশি থাকে যখন রসুন কাঁচা খাওয়া যায়, তাই সকালে খালি পেটই রসুন গ্রহণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। শরীর প্রতিদিন নানা ধরনের টক্সিনের সংস্পর্শে আসে—দূষণ, খাবারের কেমিক্যাল, ধূমপান বা পরিবেশের ধুলোময়লা। এই টক্সিন শরীরে জমে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, লিভার দুর্বল হয় এবং শরীর ক্লান্ত হতে শুরু করে। রসুনে উপস্থিত সালফার যৌগগুলি শরীরে জমে থাকা সীসা, পারদ বা অন্যান্য ভারী ধাতু অপসারণে সাহায্য করে। বিশেষ করে যারা দূষণযুক্ত পরিবেশে কাজ করেন, নিয়মিত গাড়ির ধোঁয়ার সংস্পর্শে আসেন বা রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করেন, তাঁদের জন্য কাঁচা রসুন একটি প্রাকৃতিক ডিটক্স সাপোর্ট হিসেবে চমৎকার কাজ করে। সালফার যৌগ লিভারের এনজাইম সক্রিয় করে এবং লিভারের ভেতরের অবাঞ্ছিত পদার্থ বের করে দেয়, ফলে শরীর হালকা লাগে এবং বিপাকক্রিয়া উন্নত হয়। আরও পড়ুন- শৌচাগারে খালি বালতি রেখে দেন? বাথরুমের এই ছোট ভুলই জীবনকে ঠেলে দিচ্ছে বিপর্যয়ের দিকে! লিভার আমাদের শরীরের প্রধান ডিটক্স অঙ্গ। লিভার ঠিকমতো কাজ না করলে শরীর ভারি লাগে, ক্লান্তি বেড়ে যায় এবং হজমের সমস্যা শুরু হয়। প্রতিদিন এককোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে লিভারের কার্যকারিতা চাঙ্গা হয়। রসুন লিভারের এন্টিজাইমিক কার্যকলাপ বাড়িয়ে টক্সিন মুক্ত করতে সাহায্য করে, যা অনেক সময় দুষিত খাবার, অতিরিক্ত চিনি বা স্যাচুরেটেড ফ্যাটের কারণে কমে যায়। গবেষণায় দেখা গিয়েছে, রসুনে থাকা অ্যালিসিন এবং ডাইঅ্যালিল সালফাইড লিভার সেলকে রক্ষা করে, প্রদাহ কমায় এবং লিভারকে পরিষ্কার রাখে। তাই যারা নিয়মিত অস্বাস্থ্যকর খাবার খান, তাঁদের জন্য রসুন একটি প্রাকৃতিক লিভার-ক্লিনজার। হজমের সমস্যায় হজমের সমস্যায় রসুন অত্যন্ত কার্যকর। পাকস্থলিতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেড়ে গেলে গ্যাস, অ্যাসিডিটি, বুকজ্বালা, পেট বেঁধে থাকা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। কাঁচা রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ পাকস্থলির ক্ষতিকারক ব্যাকটেরিয়া নষ্ট করে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত খালি পেটে রসুন খেলে পেটের ভেতরের বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়, হজম শক্তি বাড়ে এবং খাবার হজমে সময় কম লাগে। যাঁরা বারবার পেটের সমস্যায় ভোগেন বা অম্লতা বাড়ে, তাঁরা রসুনকে সকালে ডায়েটে রাখলে উপকার পেতে পারেন। আরও পড়ুন- সকালে মাত্র ১০ মিনিট এটি করুন, শরীরে অক্সিজেনের মাত্রা বাড়বে দ্রুত শরীরে রক্ত পরিষ্কার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তে যদি ক্ষতিকারক ফ্যাট বা টক্সিন জমতে শুরু করে, তাহলে রক্তচাপ বেড়ে যায়, রক্তঘটিত রোগের ঝুঁকি বাড়ে এবং হার্টের ওপর চাপ পড়ে। রসুন রক্তপ্রবাহ উন্নত করে এবং রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। কাঁচা রসুন রক্তের ভেতর খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায়। আরও পড়ুন- বিপদ ডাকছেন! কাল থেকে বরং ছেড়ে দিন নন-স্টিক প্যান, পরামর্শ বিশেষজ্ঞদের এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট সুস্থ থাকে। যাঁরা হাই ব্লাড প্রেসার বা হাই কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য নিয়মিত রসুন খুবই উপকারি হতে পারে। রসুনে থাকা সালফার যৌগ রক্তনালিকে নমনীয় রাখে, ফলে রক্ত সহজে চলাচল করে এবং হার্টের ঝুঁকি কমে যায়।
Dalkhola |মায়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন ছেলের, কুর্নিশ জানাল শহরবাসী
ডালখোলাঃ প্রতিবছরই মায়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করেন ডালখোলার এক ব্যবসায়ী। অন্য বছরের মতো এবছরও মায়ের জন্মদিনে একই কর্মসূচি নিয়েছিলেন ব্যবসায়ী মৃত্যুঞ্জয় গুপ্তা। নিজের জন্মদিনে ছেলের এমন আয়োজনে খুশি ব্যবসায়ীর মা কিরণ গুপ্তা। রবিবার ডালখোলা পূর্ণিয়া মোড় সংলগ্ন এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ী মৃত্যুঞ্জয় গুপ্তা। বিগত আট বছর ধরে এই রক্তদান শিবির আয়োজন […] The post Dalkhola | মায়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন ছেলের, কুর্নিশ জানাল শহরবাসী appeared first on Uttarbanga Sambad .
Raj Chakraborty: রাজ চক্রবর্তীর ছবিতে না, কে ফিরিয়ে দিয়েছিলেন পরিচালককে?
একজন পরিচালক সবসময়ই চান, নতুন কিছু করতে। কিংবা তার নতুন ক্রিয়েশন এর মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার সঙ্গে সঙ্গে, নতুন কিছু চরিত্রকে মানুষের চোখের সামনে নতুন করে ফুটিয়ে তুলতে চান। পরিচালক রাজ চক্রবর্তীর কাছে, নির্দেশনা বিষয়টা ঠিক যেন তাই। তার কারণ, তিনি তার নানান সিরিজের মাধ্যমে যেমন অভিনেতাদের অভিনয় করিয়েছেন, ঠিক সেরকমই, তাকে দেখা গিয়েছে রাজনীতিবিদদের দিয়ে অভিনয় করাতে। তবে একবার তিনি এক খেলোয়াড়কে চেয়েছিলেন, নিজের ছবিতে কাজ করানোর জন্য। উল্টো দিক থেকে যে পাল্টা জবাব এসেছিল... বাংলার মানুষদের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় নামটাই আবেগের। রাজ চক্রবর্তী চেয়েছিলেন সৌরভ তার সঙ্গে কাজ করুক। Kusha Kapila: কুশার সঙ্গে কেন বিবাহবিচ্ছেদ! এতদিনে মুখ খুললেন জোরাওয়ার বিনোদনের সঙ্গে সৌরভ গাঙ্গুলির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দাদাগিরির সফল সঞ্চালক হিসেবে, সৌরভ গঙ্গোপাধ্যায় দিকে দিকে সমাদৃত। সৌরভকে ছাড়া দাদাগিরি যেন ভাবাও সম্ভব নয়। অন্যদিকে খেয়াল করলে দেখা যাবে, কিছুদিন আগে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, সিরিজের প্রমোশনে তাকে দেখা গিয়েছিল। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে রাজ চক্রবর্তী একবার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। সৌরভ নিজেই সে কথা স্বীকার করেছিলেন একটি অনুষ্ঠানে। রাজের সামনে তিনি বলেছিলেন, রাজের হয়তো মনে নেই, তবে ও আমার কাছে একটা ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিল। আমাকে বলেছিল যে, ও লে ছক্কা নামে একটি ছবি পরিচালনা করছে। এবং ও চেয়েছিল, ওই ছবিতে আমি কাজ করি। আমি তখন রাজকে একটাই কথা বলেছিলাম, আমি বিনোদনের জগতের মানুষ নই রাজ, আমি খেলার জগতের মানুষ। আমাকে দিয়ে খেলার জগতে যদি কিছু করাতে পারে তাহলে করাও। Sharmila Tagore: কুণালের সঙ্গে লিভ-ইন, সোহাকে শর্মিলা কেন বলেছিলেন, 'ও আর তোমাকে বিয়ে করবে না?' যদিও পরবর্তীতে, সৌরভ প্রমাণ করেছেন যে গ্ল্যামার দুনিয়ার সঙ্গে তিনি জড়িয়ে আছেন। এবং এও বলতেই হয়, যে সঞ্চালক হিসেবে সৌরভ বেজায় জনপ্রিয়।
চা-সিগারেটের টাকা বাঁচান! গড়ে তুলুন ২৮ লক্ষ টাকার ফান্ড,স্রেফ সুদ থেকেই পাবেন ৮৯,৯৯০ টাকা
ভারতীয় ডাক বিভাগ শুধুমাত্র ডাক পরিষেবা নয়, আর্থিক ও ব্যাংকিং পরিষেবাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। RD, TD, MIS, SCSS, PPF, SSA ও KVP-সহ একাধিক সঞ্চয় প্রকল্পে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা যায়। এর মধ্যে টার্ম ডিপোজিট বা টিডি স্কিম বিশেষভাবে জনপ্রিয়, কারণ এটি বর্তমানে দেশের বিভিন্ন ব্যাংকের এফডি-এর তুলনায় বেশি সুদ দিচ্ছে। পোস্ট অফিসের এফডি অ্যাকাউন্ট মূলত টিডি স্কিম হিসেবেই পরিচিত। মাত্র ২ লক্ষ টাকা বিনিয়োগ করেই গ্রাহকরা ৮৯,৯৯০ টাকার নির্দিষ্ট সুদ পেতে পারেন। বর্তমানে পোস্ট অফিস টিডি স্কিমে ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছরের মেয়াদে জমা রাখা যায়। ১ বছরের এফডিতে ৬.৯%, ২ বছরে ৭%, ৩ বছরে ৭.১% এবং ৫ বছরের জমায় সর্বোচ্চ ৭.৫% সুদ দেওয়া হচ্ছে। এই সুদের হার দেশের কোনও ব্যাংকই বর্তমানে দিতে পারছে না। পোস্ট অফিস এফডি স্কিমে ন্যূনতম জমা ১০০০ টাকা। সর্বোচ্চ জমার কোনও সীমা নেই। পাশাপাশি সিঙ্গেল অ্যাকাউন্ট ছাড়াও সর্বোচ্চ তিনজনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়। ৫ বছরের এফডি স্কিমে ২ লক্ষ টাকা জমা করলে মেয়াদপূর্তিতে মোট ২,৮৯,৯৯০ টাকা ফেরত পাওয়া যাবে, যার মধ্যে ৮৯,৯৯০ টাকা সুদ। ডাকঘর সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হওয়ায় বিনিয়োগ পুরোপুরি নিরাপদ এবং সুদ প্রদানও সরকারি গ্যারান্টিযুক্ত। যেখানে ব্যাংকের এফডিতে নির্দিষ্ট ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ০.৫০% সুদ পেলেও পোস্ট অফিস স্কিমে সবার জন্য একই সুদের হার বজায় থাকে। এদিকে, রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট কমানো হলে ব্যাংকগুলোর এফডির সুদের হার কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু পোস্ট অফিস স্কিমের সুদের হারে কোনও পরিবর্তন হবে না, কারণ অর্থমন্ত্রক ৩০ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পোস্ট অফিসের সকল সঞ্চয় প্রকল্পের সুদের হার স্থির করে দিয়েছে। পোস্ট অফিসে ৫ বছরের এফডি স্কিমে ২ লক্ষ টাকা জমা করলে মেয়াদপূর্তিতে মোট ২,৮৯,৯৯০ টাকা ফেরত দেওয়া হবে, যার মধ্যে ৮৯,৯৯০ টাকা সুদ । বর্তমানে দেশের কোনও ব্যাংক ৫ বছরের টার্ম ডিপোজিটে ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে না। ফলে নিরাপদ ও উচ্চ সুদ পেতে গ্রাহকদের কাছে পোস্ট অফিস এফডি স্কিম এখন অন্যতম সেরা বিকল্প। মনে রাখবেন যে পোস্ট অফিস এফডি স্কিমের অধীনে সমস্ত গ্রাহক একই সুদের হার পান, যেখানে ব্যাংকগুলিতে, প্রবীণ নাগরিকরা নির্বাচিত মেয়াদের এফডি স্কিমে ০.৫০ শতাংশ বেশি সুদ পান। আরও পড়ুন- পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা, আসছেন মমতাও? আরও পড়ুন- অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি
প্রাক-বিবাহ অনুষ্ঠানে আনন্দে শূন্যে গুলি! উত্তরপ্রদেশে বেঘোরে মৃত্যু ২ নাবালকের
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
‘অনেক কিছুই করতে পারতাম, কিন্তু…!’সিঁদুর প্রসঙ্গ টেনে পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের
রবিবার একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে এ কথা বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্ল্যান করলেই নানা অছিলায় এড়িয়ে যান! আপনার বন্ধু কি অসামাজিক?
কী বলছেন বিশেষজ্ঞরা?
পুতিনের সফরের পরেই রবিবার ভারতে ট্রাম্পের দূত, বাণিজ্যচুক্তি-সহ একাধিক বিষয়ে আলোচনা
বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠক করবেন অ্যালিসন হুকার।
ছোট্ট আরাধ্যাও হয়ে উঠেছিল কানের তারকা! মেয়ের কীর্তির কথা জানালেন ঐশ্বর্য
সেই মুহূর্তের কথা জানালেন আবেগপ্রবণ 'বিশ্বসুন্দরী'।
বিহারেই সম্ভব, হাসপাতালেই রোগীর উপর ঝাড়ফুঁক তান্ত্রিকের! দাঁড়িয়ে দেখলেন চিকিৎসকরা
ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
বউবাজারে বাড়ির চাঙর ভেঙে জখম ১, মেট্রোর কাজকেই দায়ী করছেন স্থানীয়রা
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান কাউন্সিলর নয়না বন্দ্যোপাধ্যায়।
Iran |হিজাব ছাড়া মেয়েদের দৌড়, ইরানে গ্রেপ্তার ম্যারাথন আয়োজকেরা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানের কিশ আইল্যান্ডে (Kish Island) অনুষ্ঠিত একটি ম্যারাথনে মহিলাদের হিজাব না পরে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়ায় ওই অনুষ্ঠানের আয়োজকদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে ইরানের বিচার বিভাগ। শুক্রবারের এই দৌড়ের প্রতিযোগিনীদের হিজাববিহীন ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। কিশ দ্বীপে অনুষ্ঠিত এই ম্যারাথনে প্রায় ২,০০০ মহিলা এবং ৩,০০০ পুরুষ আলাদাভাবে […] The post Iran | হিজাব ছাড়া মেয়েদের দৌড়, ইরানে গ্রেপ্তার ম্যারাথন আয়োজকেরা appeared first on Uttarbanga Sambad .
Post Office Scheme: প্রান্তিক শ্রেণির মানুষের জন্য দুর্দান্ত স্কিম আনল পোস্ট অফিস। নয়া এই গ্রাম প্রিয়া স্কিম বিশেষত গ্রামীণ বাসিন্দাদের জন্য একটি স্বল্পমেয়াদি, নিশ্চিত রিটার্নের একটি দুর্দান্ত স্কিম। মাত্র ১০ বছরের বিনিয়োগে এই স্কিমে বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৭.২৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন, সঙ্গে থাকবে সম্পূর্ণ বীমা সুরক্ষা। বিশ্বব্যাপী আর্থিক অনিশ্চয়তার মধ্যে প্রান্তিক শ্রেণির মানুষের জন্য এটি একটি নির্ভরযোগ্য সঞ্চয় ও সুরক্ষা স্কিম। যেটি ইতিমধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। পরিকল্পনা অনুযায়ী, বিনিয়োগের শুরু থেকেই পরিবারটি ১০ বছর পর্যন্ত বীমা কভার পাবে। কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটলে পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তাও প্রদান করা হবে। ডাকঘরের গ্রাম প্রিয়া প্রকল্প মূলত গ্রামীণ এলাকার কথা ভেবে চালু করা হয়েছে। বর্তমানে এই প্রকল্প বহু এলাকায় বিস্তার লাভ করেছে। আগে যেখানে মাত্র ২২% মানুষের বীমা ছিল, সেখানে এই প্রকল্প গ্রামীণ পরিবারের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এই স্কিমে ন্যূনতম বীমাকৃত অর্থ ১০,০০০ এবং সর্বোচ্চ ৫ লক্ষ। মাসিক প্রিমিয়াম জমা দিতে হয়। উদাহরণস্বরূপ,৫ লক্ষ টাকা বীমা কভারের জন্য মাসে আনুমানিক ৫,০৪২ টাকা জমা দিতে হয়। প্রিমিয়াম অল্প হলেও ১০ বছর পরে এটি একটি বড় অঙ্কে পরিণত হয়। যেহেতু এটি গ্রামীণ ডাক জীবন বীমার (RPLI) অধীনে পরিচালিত, তাই এটি সম্পূর্ণ সরকারি গ্যারান্টিযুক্ত এবং বিনিয়োগকারীর অর্থ হারানোর কোনও ঝুঁকি নেই। মেয়াদপূর্তির পরে বিনিয়োগকারীকে আকর্ষণীয় রিটার্ন দেওয়া হয়। প্রতি হাজার টাকার বীমাকৃত অর্থে বার্ষিক ৪৫ টাকা বোনাস মেলে। ফলে, ৫ লক্ষ কভারের ক্ষেত্রে বার্ষিক বোনাস ২২,৫০০ টাকা এবং ১০ বছরে মোট বোনাস দাঁড়ায় ২.২৫ লক্ষ টাকা। এর সঙ্গে বীমার মূল অঙ্ক ৫ লক্ষ যোগ হলে মোট রিটার্ন হয়ে দাঁড়ায় ৭.২৫ লক্ষ টাকা। অর্থাৎ মাসে মাত্র ৫ হাজারের কিছু উপরে প্রিমিয়াম জমা করলে ১০ বছরের মাথায় ৭.২৫ লক্ষের বাম্পার রিটার্ন পাওয়া সম্ভব। মেয়াদ শেষে গ্রাহক চাইলে ওই অর্থ পোস্ট অফিসের অন্যান্য স্কিম, যেমন রিকরিং ডিপোজিট (RD) বা মাসিক আয় স্কিম (MIS)-এ পুনঃবিনিয়োগ করতে পারেন। সেখানে সুদের হার ৬.৫% থেকে ৭.৫% হওয়ায় অতিরিক্ত মাসিক আয় হবে ৩,০০০–৪,000 টাকা পর্যন্ত। পাশাপাশি পেয়ে যাবেন কর ছাড়ের সুবিধাও। যারা নিরাপদ, ঝুঁকিমুক্ত এবং গ্যারান্টিযুক্ত রিটার্ন স্কিমের সন্ধান করছেন তাদের জন্য এই স্কিমটি অত্যন্ত কার্যকর। নিকটতম পোস্ট অফিসে গিয়ে ফর্ম জমা করলেই স্কিমের সুবিধা মেলে। আরও পড়ুন- পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা, আসছেন মমতাও? আরও পড়ুন- অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি
Bathroom Vastu Tips: বাড়ির প্রতিটি অংশের ওপরই বাস্তুশাস্ত্রের প্রভাব থাকে। তবে শৌচাগার বা বাথরুম সম্পর্কে বেশিরভাগ মানুষই উদাসীন। অনেকে মনে করেন বাথরুম পরিষ্কার থাকলেই হল। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি শৌচাগারকে সঠিকভাবে সাজিয়ে রাখা অত্যন্ত জরুরি। কারণ এই জায়গাটি থেকেই বাড়ির নেগেটিভ শক্তি সবচেয়ে দ্রুত ছড়ায়। অজান্তে করা কিছু সাধারণ ভুলই বাস্তুদোষ তৈরি করে এবং জীবনে নানা ধরনের বিপদ, আর্থিক ক্ষতি ও মানসিক অস্থিরতা ডেকে আনে। আধুনিক জীবনে এসব ভুল আমরা প্রায়ই করি, অথচ জানিই না এগুলো আমাদের দিন, ভাগ্য এবং আর্থিক স্থিতিকে কতটা প্রভাবিত করছে। কী বদলাবেন, কেন বদলাবেন অনেক শৌচাগারেই খালি বালতি রাখা থাকে। অনেকে ব্যবহার শেষে জল ফেলে বালতিকে খালিই রেখে দেন। আবার কারও বাড়িতে পুরোনো, ভাঙা বালতিও ব্যবহৃত হয়। বাস্তুশাস্ত্রের মতে, খালি বালতি দুর্ভাগ্য, স্থবির শক্তি এবং অর্থহানির প্রতীক। এটি বাড়ির পজিটিভ এনার্জি আটকে দেয় এবং নেগেটিভ শক্তির প্রবাহ বাড়ায়। ভাঙা বালতি ব্যবহার করাও অশুভ। কারণ ভাঙা জিনিস সর্বদা বাস্তুতে অসামঞ্জস্য তৈরি করে। তাই বালতি সব সময় ভরা রাখতে হবে এবং ভাঙা বালতি দ্রুত সরিয়ে ফেলাই উচিত। আরও পড়ুন- ৭–১৩ ডিসেম্বর ২০২৫, কারা জিততে পারেন লটারি, দেখে নিন এখানে শৌচাগারে ভাঙা আয়না রাখা সবচেয়ে বড় বাস্তু-ভুলগুলির একটি। অনেক সময় আয়নায় অল্প ফাটল দেখা দিলে অনেকেই সেটি বদলান না। বাস্তুশাস্ত্র বলছে, ভাঙা আয়না ঘরে নেতিবাচক শক্তি বহুগুণে বাড়িয়ে দেয়। এর ফলে জীবনে বারবার সমস্যা, বাধা, সম্পর্কের অবনতি এবং আর্থিক ক্ষতি দেখা দিতে পারে। বিশেষ করে শৌচাগারের মতো জায়গায় ভাঙা আয়না রাখা দুর্ভাগ্যকে আরও তীব্র করে তোলে। তাই সামান্য ফাটল দেখলেই আয়না বদলে ফেলাই উচিত। আরও পড়ুন- বর্ষশেষে এই ডিসেম্বরে কোন রাশির সম্পর্কে বাড়বে উষ্ণতা, কার শীতলতা? দেখে নিন অনেকেরই ধোওয়া জামাকাপড় অনেকক্ষণ শৌচাগারের ভিতরে ফেলে রাখার অভ্যাস থাকে। ভেজা কাপড় দীর্ঘ সময় বাথরুমে থাকলে সেখানে আর্দ্রতা ও জীবাণুর বৃদ্ধি ঘটে, যা বাস্তুশাস্ত্রের দৃষ্টিতে অত্যন্ত অশুভ। এটি ঘরের এনার্জি ব্লক করে দেয় এবং বাস্তুদোষ তৈরি করে। এতে পরিবারের সদস্যদের শারীরিক অসুস্থতা, মানসিক অস্থিরতা এবং জীবনে হঠাৎ সমস্যা দেখা দিতে পারে। তাই কাপড় কাচার পর তা রোদে বা বাতাসে শুকোতে দেওয়া উচিত। আরও পড়ুন- মেষ থেকে মীন, কার ভাগ্যে খুলছে সাফল্যের দুয়ার? দেখে নিন আজকের রাশিফল শৌচাগারের দরজা খোলা রাখা বহু মানুষের সাধারণ অভ্যাস। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, বাথরুম হল নেগেটিভ শক্তির উৎসস্থল। দরজা খোলা থাকলে সেই শক্তি ঘরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এর জেরে পরিবারে ক্লান্তি, অস্থিরতা, মানসিক চাপ, আর্থিক সমস্যা ও অশান্তি বাড়তে পারে। তাই ব্যবহার না করলে বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখা জরুরি। আরও পড়ুন- বাড়িতে থাকা পাঁচটি পবিত্র গাছ কাটলে রুষ্ট হন শিব–শনিদেব, ঘনায় অমঙ্গলের ছায়া! অনেক বাড়িতে শৌচাগারে যাওয়ার জন্য আলাদা একটি চটি ব্যবহার করা হয়। কিন্তু সেই চটি শৌচাগারের ভিতরে বা বাইরে এলোমেলোভাবে ফেলে রাখা ঠিক নয়। এটি নেগেটিভ এনার্জিকে সক্রিয় করে এবং অর্থের অবরোধ সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে, শৌচাগারের চটি ব্যবহার শেষে চটি রাখার নির্দিষ্ট স্থানে রাখা উচিত এবং কখনও বাথরুমের দরজার সামনে বা কোণে ফেলে রাখা উচিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা। শৌচাগার নোংরা থাকলে রাহু দোষ বাড়ে বলে বাস্তুশাস্ত্র বলছে। এতে দুর্ভাগ্য বাড়ে, কাজকর্মে অগ্রগতি থেমে যায় এবং বারবার বাধা সৃষ্টি হয়। পাশাপাশি নোংরা বাথরুমের কারণে স্বাস্থ্যগত সমস্যাও বাড়ে। তাই প্রতিদিন বাথরুম পরিষ্কার রাখা এবং সপ্তাহে অন্তত একবার ভালোভাবে ক্লিনিং করা প্রয়োজন। এভাবে দেখলে বোঝা যায়, বাথরুমের মতো ছোট একটি জায়গা বাস্তুতে কত বড় প্রভাব ফেলতে পারে। সামান্য কিছু পরিবর্তনই বাড়ির পরিবেশকে বদলে দিতে পারে। বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি মানলে বাড়িতে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়, মানসিক স্বস্তি ফিরে আসে এবং আর্থিক স্থিতি মজবুত হয়। তাই শৌচাগারের প্রতি অমনোযোগী না হয়ে সামান্য যত্ন নিলেই জীবনের অনেক সমস্যাই কমে যেতে পারে। সুস্থ-স্বস্তির জীবন পেতে বাথরুমকে তাই সবসময় পরিষ্কার, সাজানো-গোছানো এবং বাস্তু-সম্মত রাখা জরুরি।
বিয়ে ভাঙার পর বড় পদক্ষেপ স্মৃতি ও পলাশের, কী সিদ্ধান্ত নিলেন দু’জনে?
সত্যিই কি পলাশের 'বিশ্বাসঘাতকতা'য় ভাঙল বিয়ে?
এসিসি’র হেডকোয়ার্টারেও নেই এশিয়া কাপ, ট্রফি নিয়ে কোথায় পালালেন নকভি?
এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে নতুন তথ্য।
‘মিথ্যে বলছেন রাজনাথ’, নেহরু বিতর্কে সর্দার প্যাটেলের কন্যার ডায়েরি প্রকাশ কংগ্রেসের
রাজনাথ সিংকে ক্ষমা চাওয়ার দাবি কংগ্রেসের।
শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ছুঁতে পারবেন কোহলি? প্রশ্ন শুনেই গাভাসকর বললেন…
ওয়ানডেতে ৮৪টি সেঞ্চুরি হয়ে গিয়েছে বিরাট কোহলির।
NJP |দিদাকে লজে ফেলে রেখে উধাও নাতি
সাগর বাগচী, শিলিগুড়ি: কাপড় দিয়ে প্যাঁচানো মাদার মেরির ছোট্ট মূর্তি এক হাতে নিয়ে অন্য হাতে লাঠিতে ভর দিয়ে অশীতিপর এক মহিলা খুঁড়িয়ে খুঁড়িয়ে এনজেপি থানায় ঢুকছিলেন। পাশে হাতে দুটো ব্যাগ নিয়ে হাঁটছিলেন এক তরুণ। থানার গেটের পাশে বানানো টিনের ছাউনি দেওয়া সিমেন্টের স্ল্যাবের ওপর কোনওরকমে বসে সেই বৃদ্ধা হাঁফাতে শুরু করেন। পাশে মেরির মূর্তি রেখে […] The post NJP | দিদাকে লজে ফেলে রেখে উধাও নাতি appeared first on Uttarbanga Sambad .
হিজাব না পরেই ম্যারাথনে মেয়েরা, ইরানে তুঙ্গে বিতর্ক, গ্রেপ্তার আয়োজকেরা
দুই আয়োজকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরানের বিচার বিভাগ।
শতরানের সেঞ্চুরির আগেই শচীনের রেকর্ড ভাঙলেন বিরাট, কাদের টপকালেন কোহলি?
সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজ অপ্রতিরোধ্য লেগেছে বিরাটকে।
আবার সেই ওড়িশা, হেনস্তার শিকার হয়ে গায়ে আগুন কলেজ তরুণীর!
গত শুক্রবার সুন্দরগড় জেলার লাঞ্জিবেরণার বাড়িতে রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী।
Falakata |স্বপ্ন দেখাচ্ছে মণীশ
ফালাকাটা: বাবা, বিধান রায় পরিযায়ী শ্রমিক। বছরভর কেরলে রাজমিস্ত্রির কাজ করেন। মা, পিংকি রায় বাড়ি বাড়ি গৃহপরিচারিকার কাজ করেন। ফালাকাটা (Falakata) খগেনহাটের এই অভাবী পরিবারের সন্তান, বছর তেরোর মণীশ রায় অংশ নেবে জাতীয় স্তরের প্রতিযোগিতায়। চলতি মাসে স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন হবে মধ্যপ্রদেশে। তার আগে শেষমুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত খগেনহাটের চাঁদনিকুড়া […] The post Falakata | স্বপ্ন দেখাচ্ছে মণীশ appeared first on Uttarbanga Sambad .
Acidity |বদহজম এড়াতে কোল্ড ড্রিংকস নয়, চুমুক দিন এই স্বাস্থ্যকর পানীয়গুলিতে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তেল-মশলাদার খাবার খাওয়ার পর বদহজম এড়াতে অনেকেই কোল্ড ড্রিংকস খান। এতে সাময়িক আরাম মেলে কিন্তু এই অভ্যাস স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই বদহজমের সমস্যা এড়াতে কোল্ড ড্রিংকসের পরিবর্তে ভরসা রাখুন কিছু স্বাস্থ্যকর পানীয়তে (Acidity)। আদার রস গ্যাস-অ্যাসিডিটির সমস্যা এড়াতে সাহায্য করতে পারে আদা। তেল-মশলা জাতীয় খাবার খাওয়ার পর আদার রস খেতে […] The post Acidity | বদহজম এড়াতে কোল্ড ড্রিংকস নয়, চুমুক দিন এই স্বাস্থ্যকর পানীয়গুলিতে appeared first on Uttarbanga Sambad .
নিউইয়র্ক ফ্যাশন শো-তে সম্পূর্ণ নিষিদ্ধ পশম পোশাক, প্রাণীহত্যা বন্ধে জরুরি বার্তা
কবে থেকে পশমবিহীন র্যাম্প শো? দিনক্ষণ জানিয়েছে কর্তৃপক্ষ।
ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ছত্তিশগড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৫
নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের।
‘ঘুমন্ত বাবার পাশ থেকে উঠে মেকআপ সেরে ফের শুতে আসত মা’, শর্মিলার অজানা কথা শোনালেন সোহা
কেন এমন করতেন অভিনেত্রী?
Peas Peels |ফেলবেন না কড়াইশুঁটির খোসা! বরং তা দিয়েই বানিয়ে ফেলুন কিছু সুস্বাদু খাবার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়লেই বাজারে দেখা মেলে কড়াইশুঁটির। আলুর দম, ফুলকপির তরকারি থেকে শুরু করে খিচুড়িতে কড়াইশুঁটি দেওয়া হয়। সাধারণত কড়াইশুঁটি ছাড়িয়ে আমরা খোসা ফেলে দিই। তবে এই খোসারও কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। কড়াইশুঁটির খোসায় রয়েছে ভিটামিন কে, ভিটামিন বি ৬, ভিটামিন এ, ম্যাগনেশিয়াম, আয়রন এবং ফোলেট। আর এই কড়াইশুঁটির খোসা খাওয়ারও উপায় […] The post Peas Peels | ফেলবেন না কড়াইশুঁটির খোসা! বরং তা দিয়েই বানিয়ে ফেলুন কিছু সুস্বাদু খাবার appeared first on Uttarbanga Sambad .
‘পাক্কা একশো রান দিতিস’, কোহলিকে ইট ছুড়ে পাটকেল খেলেন অর্শদীপ!
কোহলিকে কী নিয়ে খোঁচা দিয়েছিলেন অর্শদীপ?
সামান্থার সঙ্গে ঘর বাঁধার পর প্রথমবার প্রকাশ্যে, প্রাক্তনকে কী বার্তা দিলেন রাজ?
সঙ্গে ছিলেন সামান্থা?
West Bengal SIR 2025: SIR প্রক্রিয়ায় কত ফর্ম ডিজিটাইজেশনের কাজ কতদূর? কত নাম বাদ? জানিয়ে দিল কমিশন
West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision–SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আনুমানিক ৭.৬২ কোটি এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। নির্বাচন কমিশনের (ECI) এক আধিকারিক জানান, ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার বিকেল পর্যন্ত বিতরণ করা মোট ফর্মের ৯৯.৪৩% ডিজিটাইজেশন সম্পন্ন হয়েছে। এই তথ্য অনুযায়ী, এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনে পশ্চিমবঙ্গ বর্তমানে দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অষ্টম স্থানে রয়েছে। এর আগে রয়েছে লক্ষদ্বীপ, রাজস্থান, গোয়া, আন্দামান ও নিকোবর, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ এবং পুদুচেরি। ইসি সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া SIR প্রক্রিয়ায় ৭,৬৬,১৬,৮৪০টি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে। এ রাজ্যে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, অযোগ্য ভোটারদের চিহ্নিত করার কাজ এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুতির দিকে বিশেষ জোর দিয়েছে নির্বাচন কমিশন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নির্ভুল করার লক্ষ্যে কমিশন যে জোরালো পদক্ষেপ নিয়েছে, তারই অগ্রগতির ছবি ফুটে উঠেছে এই পরিসংখ্যানে। বাংলায় চলমান SIR-এ বাদ যেতে চলেছে ৫৪ লক্ষ ৫৯ হাজার ৫৪১ জনের নাম। যার মধ্যে মৃত ভোটাররের সংখ্যাই ২৩ লক্ষ ৭১ হাজার ২৩৯ জন। বাকি ভুতুড়ে ভোটার, স্থানান্তরিত ভোটার। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন মোট ৯৯ শতাংশ গণনা ফর্ম ডিজিটালাইজড করা হয়েছে। সেই প্রক্রিয়ায় বর্তমানে ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাব্য ভোটারের সংখ্যা প্রায় ৫৫ লক্ষে পৌঁছেছে। ডিজিটালাইজেশনের যে তথ্য পাওয়া গেছে, তাতে ৫৪,৫৯,৫৪১ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলেই কমিশন সূত্রে খবর। বৃহস্পতিবার রাত পর্যন্ত এই সংখ্যা ছিল ৫২,৯৯,৬৬৩, এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-র দফতর। সিইও দফতরের দাবি, বর্তমানে চিহ্নিত বাদ পড়ার যোগ্য ৫৪,৫৯,৫৪১ নামের মধ্যে ২৩,৭১,২৩৯ জন ‘মৃত ভোটার’ হিসেবে তালিকাভুক্ত। বাকি নামগুলির মধ্যে রয়েছে ‘শিফটেড’, ‘ট্রেস করা যায়নি’ এবং ‘ডুপ্লিকেট’ ভোটারেরা। খুব অল্পসংখ্যক ভোটার অন্য কারণেও বাদ পড়ার তালিকায় স্থান পেয়েছেন।আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে।অক্টোবরের শেষ তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ৭,৬৬,৩৭,৫২৯। SIR পর্ব শুরু হয়েছে ৪ নভেম্বর থেকে। আরও পড়ুন- পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা, আসছেন মমতাও? আরও পড়ুন- অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি
পারথের পর ব্রিসবেনেও কুপোকাত ইংল্যান্ড, অ্যাশেজ জয়ের খুব কাছে অস্ট্রেলিয়া
ব্রিসবেনের গোলাপি বলের টেস্টেও দাপট দেখিয়ে জয় পেল স্টিভ স্মিথের দল।

10 C