SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

32    C
... ...View News by News Source

Varun Kapoor Divorce: তাসের ঘরের মতো ভেঙে গেল ১২ বছরের দাম্পত্য! বিবাহবিচ্ছেদ 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' খ্যাত অভিনেতার

Varun Kapoor Dhanya Mohan: হিন্দি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ বরুণ কাপুর। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। হিন্দি মেগা 'স্বরাগিনী – জোড়ে রিস্তো কে সুর','সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হাসপাতাল'-এ অভিনয়ের সুবাদে দর্শকের দরবারে জনপ্রিয় বরুণ। আলিয়া ভাট অভিনীত 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিতে অভিনয়ও দর্শকমহলে প্রশংসিত। এই মুহূর্তে বরুণ ভক্তদের জন্য রয়েছে খারাপ খবর। দীর্ঘ ১২ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন অভিনেতা। ইন্ডাস্ট্রির অন্দরে এমনই খবর। এক বিশ্বস্ত সূত্র মারফৎ টাইমস অফ ইন্ডিয়া জেনেছে, দু'সপ্তাহ আগেই আলাদা হয়ে গিয়েছে বরুণ ও তাঁর স্ত্রী ধন্যা মোহন। ১০ বছরেরও বেশি সময় কাটানোর পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন দম্পতি। সাম্প্রতিক অতীতে বরুণ তাঁর স্ত্রী ধন্যা মোহনকে 'ব্যাকবোন' বলে সম্বোধন করেছিলেন। বিবাহবিচ্ছেদ তাঁদের দু'জনের জীবনেই নতুন মোড় নিয়ে আসবে সে কথা বলার অবকাশই নেই। ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, বরুণ এখন নিজেকে সম্পূর্ণভাবে কাজে ব্যস্ত করে ফেলেছেন। তবে দম্পতির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি । ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন বরুণ। সাম্প্রতিক অতীতে, টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগতজীবন নিয়ে বরুণ কী বলেছিলেন? আরও পড়ুন 'গণেশ চতুর্থীর দিনই...', গোবিন্দা-সুনীতার ৩৮ বছরের দাম্পত্যে ইতি! কী জানালেন অভিনেতার আইনজীবী? অভিনেতা জানান, 'ধন্যা বেশিরভাগ সময় বিমানেই থাকে আর আমি শ্যুটিং করি। বিয়ের সময়ই আমরা জানতাম এভাবেই আমাদের জীবন চলবে। আমার এখনও মনে হয় আমি অর্ধেক অবিবাহিত আর অর্ধেক বিবাহিত। কারণ মাসে প্রায় ১৫ দিন আমি একাই বাড়ি সামলাই। তবে ভালোই লাগে। আমাদের মধ্যে দূরত্ব থাকলেও পরস্পরের সঙ্গে সময় কাটানোর জন্য অপেক্ষা করি। আমরা আমাদের সময় সেই অনুযায়ী ম্যানেজ করার চেষ্টা করি।' আরও পড়ুন বিচ্ছেদের পরও সব্যসাচীকে ভুলতে পারছেন না! সিঁথিতে সিঁদুর উঁকি দিতেই কটাক্ষের শিকার সুস্মিতা হাসতে হাসতে তিনি আরও বলেছিলেন, 'যদি আমার কোনও মহিলা ফ্যান ফলোয়িং না থাকে তবে আমার স্ত্রী বোর হয়ে যাবে। মানুষ আমাকে ভালোবাসছে দেখে ও খুব খুশি হয়। ও মোটেও নিরাপত্তাহীনতায় ভোগে না। কারণ ও জানে দিনের শেষে আমি ওঁর কাছেই ফিরে আসব।' তখনই বরুণ ধন্যাকে তাঁর ব্যাকবোন হিসেবে বর্ণনা করেছিলেন। বরুণ বলেছিলেন, 'বিয়ের পর জীবন আরও সুন্দর হয়েছে, অনেক পরিবর্তন এসেছে। সবসময় কেউ না কেউ থাকে আমার সমস্যাগুলো ভাগ করে নেওয়ার জন্য পাশে থাকে। বিয়ের পর সবসময় একজন থাকে যে আমার সব কথা শুনবে। আমার স্ত্রী আমার মেরুদণ্ডের মতো।' ২০১৩ সালের ২৪ জানুয়ারি পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে দীর্ঘদিনের প্রেমিকা ধন্যা মোহনের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন বরুণ। দীর্ঘ ১২ বছরের দাম্পত্যে ছেদের খবরে দম্পতি সিলমোহর দেয় নাকি বরাবরের মতো এবারেও ব্যক্তিগতজীবনকে লাইমলাইট থেকে দূরে রাখবেন সেটা তো সময় বলবে। আরও পড়ুন ৯ বছরের দাম্পত্যে ইতি! বিবাহবিচ্ছেদের পথে টেলিভিশনের পাওয়ার কাপল, চর্চা তুঙ্গে

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 11:56 am

গত বছরের পুনরাবৃত্তি! এসিএল ২-এর ম্যাচ খেলতে ইরান যাওয়া নিয়ে সমস্যায় মোহনবাগান তারকারা

আদৌ তাঁরা ইরান যাওয়ার ভিসা পাবেন কি না, তা স্পষ্ট নয়।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 11:56 am

‘আপনার প্রতি আমার গোটা পরিবার কৃতজ্ঞ’, যোগী আদিত্যনাথকে ধন্যবাদ দিশার বাবার

১২ সেপ্টেম্বর অভিনেত্রীর উত্তরপ্রদেশের বরেলির বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিরা।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 11:52 am

Weather Update |পুজোর আগেও দুর্যোগ অব্যাহত! উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা, দক্ষিণেও চলবে ঝড়-বৃষ্টি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুজোর আগেও দুর্যোগ অব্যাহত বঙ্গজুড়ে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। কমলা সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গেও (Weather Update)। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তরবঙ্গের (North Bengal) ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে […] The post Weather Update | পুজোর আগেও দুর্যোগ অব্যাহত! উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা, দক্ষিণেও চলবে ঝড়-বৃষ্টি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Sep 2025 11:49 am

'সিস্টেম হাইজ্যাক করে ভোট বাতিল', কাদের টার্গেট? কমিশন-বিজেপিকে তুলোধোনা রাহুলের, বিস্ফোরক অভিযোগে তোলপাড়

ভোট চুরি ইস্যুতে নির্বাচন কমিশনকে তুলোধোনা লোকসভার বিরোধী দলনেতার। বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে, রাহুল গান্ধী আবারও ভোট চুরির বিষয়টি উত্থাপন করেছেন। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেছেন যে অনেক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভোট চুরির অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবারও নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, “ভোট চুরির বিষয়ে আমি যা বলছি, তা সম্পূর্ণ দায়িত্ব নিয়েই আমি বলছি এবং আমার কাছে এর পর্যাপ্ত প্রমাণ রয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। রাহুল গান্ধী বলেন, “এটা কোনো 'হাইড্রোজেন বোমা' নয়, হাইড্রোজেন বোমা আসছে। এই প্রমাণ দেশের তরুণ প্রজন্মকে দেখাবে এবং বোঝাবে কীভাবে নির্বাচনে কারচুপি করা হচ্ছে।” তিনি কর্ণাটকের আলান্দ নির্বাচনী এলাকার উদাহরণ তুলে ধরে জানান, সেখানে কেউ ৬,০১৮টি ভোট মুছে ফেলার চেষ্টা করা হয়। রাহুল বলেন, প্রকৃতপক্ষে এই সংখ্যাটি আরও বেশি হতে পারে, তবে সেই সময়ে একজন বুথ-স্তরের কর্মকর্তা তার কাকার ভোট মুছে যাওয়া বিষয়টি লক্ষ্য করেন। তদন্তে দেখা যায়, ভোট মুছে ফেলা হয়েছে একজন প্রতিবেশীর মাধ্যমে, কিন্তু কেউই প্রক্রিয়ার বিষয়ে সচেতন ছিলেন না। খেলা ঘোরালো ভারত, এবার প্রবল চাপে আমেরিকা, ঘুম উড়ল ট্রাম্পের কংগ্রেস নেতা রাহুল গান্ধী কর্ণাটকের অলান্দ নির্বাচনী এলাকায় ভোট চুরির ঘটনা তুলে ধরেছেন। তিনি বলেন, সেখানে কেউ ৬,০১৮টি ভোট মুছে ফেলার চেষ্টা করেছিল। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, তবুও এই ঘটনায় একজন বুথ-স্তরের কর্মকর্তা লক্ষ্য করেন যে তার কাকার ভোট মুছে ফেলা হয়েছে। তদন্তের পর দেখা যায়, ভোট মুছে ফেলা হয়েছে একজন প্রতিবেশীর মাধ্যমে। তবে ওই প্রতিবেশী এবং ভোটার দুজনই জানতেন না যে ভোট মুছে ফেলা হয়েছে। রাহুল জানান, ভোট মুছে ফেলার কাজটি কোনও ব্যক্তি নয়,বরং সফ্টওয়্যার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে করা হয়েছিল। এছাড়া, কর্ণাটকের বাইরের বিভিন্ন রাজ্যের মোবাইল নম্বর ব্যবহার করে কংগ্রেসি ভোটারদের লক্ষ্য করে এই আবেদনপত্র জমা দেওয়া হয়েছিল। সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী আরও বলেন, মুখ্য নির্বাচন কমিশনার তাদের ‘রক্ষা’ করছেন যারা ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করছে। কিছু লোক পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ ভোটারকে টার্গেট করে তাদের নাম মুছে দিচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ভোটারদের। কর্ণাটকের অলান্দে কংগ্রেস ভোটারদের লক্ষ্য করে প্রতারকরা ৬,০১৮টি ভোট মুছে ফেলার আবেদন জমা দিয়েছে। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে পদ্ধতিগতভাবে ভোটার তালিকার কারসাজি করা হয়েছে। রাহুল জানান, কর্ণাটক সিআইডি নির্বাচন কমিশনের কাছ থেকে ভোট মুছে ফেলার বিবরণ চেয়ে তদন্ত শুরু করেছে, কিন্তু নির্বাচন কমিশন বিস্তারিত তথ্য প্রকাশ করছে না। ভোটারদের নাম মুছে ফেলার বিশদ বিবরণ না দিয়ে নির্বাচন কমিশন গণতন্ত্রের ‘হত্যাকারীদের’ রক্ষা করছে। Election Commission: SIR আবহে নয়া মোড়! ভোট কর্মীদের নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য-কমিশন সংঘাত সপ্তমে, কী বলছে আইন? সংবাদ সম্মেলনে রাহুল কয়েকজন ভোটারকেও মঞ্চে ডেকে আনেন। একজন ভোটার জানান, “মোট ১২টি নাম মুছে ফেলা হয়েছে। আমি নাম মুছে ফেলার জন্য ফোন করিনি বা কোনও বার্তা পাঠাইনি।” রাহুল আরও বলেন, “নাগরাজ নামে একজন ব্যক্তির জন্য দুটি ফর্ম পূরণ করা হয়েছে, এবং দুটোই মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে সম্পন্ন হয়েছে। অন্য রাজ্য থেকে কেউ ফর্ম পূরণের জন্য একটি ফোন করেন, যা ব্যবহার করে ফর্মগুলি পূরণ করা হয়।” রাহুল গান্ধী বলেছিলেন, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশে ভোট চুরি করছে। তিনি বলেন, আমি এমন কিছু বলব না যা সত্য নয়। আমি আমার দেশকে ভালোবাসি, আমাদের সংবিধানকে ভালোবাসি, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভালোবাসি। আমি সেই প্রক্রিয়াটিকে রক্ষা করছি। রাহুল আরও অভিযোগ করেন, ভোট চুরির ১০০% প্রমাণ আমার কাছে আছে। এটি প্রকাশ করার সঙ্গে সঙ্গেই গোটা দেশ জানতে পারবে যে নির্বাচন কমিশন বিজেপির জন্য ভোট চুরি করছে। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র নির্বাচনের সময় আমাদের সন্দেহ আরও বাড়ে। এই অভিযোগের মাধ্যমে রাহুল গান্ধী ভোট ব্যবস্থায় বিশৃঙ্খলা ও অনিয়মের প্রতি নজর আকর্ষণ করতে চাইছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 11:46 am

Birbhum: ছাত্রীকে কুচি-কুচি করে কেটে খুনের অভিযোগ, রামপুরহাটে স্কুলের সামনে প্রবল বিক্ষোভ অভিভাবকদের

বৃহস্পতিবার যে বিক্ষোভ হতে পারে সেই খবর পুলিশের কাছে আগেই ছিল। সেই মতো আজ সকাল হতেই স্কুলের সামনে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরা। অপরদিকে, অভিভাবক থেকে শুরু করে স্থানীয় মানুষজনও ধীরে ধীরে বিক্ষোভ দেখানোর উদ্দেশ্যে ভিড় জমাতে শুরু করেন। প্রধান শিক্ষক স্কুল ঢুকতেই এলাকাবাসী ঘিরে ধরেন তাঁকে। ক্ষোভ উগরে দেন। অভিযোগ ওঠে মারধরেরও। পরে পুলিশ আটকাতে গেলে তাদের হাত থেকেই ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ক্ষিপ্ত জনতা। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই রাস্তা অবরোধ করে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন আরও পুলিশ আধিকারিকরা।

টিভি 9 বাংলা 18 Sep 2025 11:26 am

10 K ভিউয়ের জন্য ফেসবুক কত টাকা দেয়? জানলেই ভিডিও তৈরি শুরু করবেন

আজকাল সোশ্যাল মিডিয়া কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি অর্থ উপার্জনের একটি বড় উৎসে পরিণত হয়েছে। বিশেষ করে ফেসবুক, যা একসময় কেবল সংযোগ ও কথোপকথনের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ছিল, এখন কন্টেন্ট নির্মাতাদের জন্য আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভিডিও তৈরি করে আয় করতে ইচ্ছুক অনেকেই জানতে চান, ১০ হাজার ভিউয়ে ফেসবুক কত টাকা দেয়। Instagram Reels:ইনস্টাগ্রাম রিলে ১০ লক্ষ ভিউ হলে আপনি কত টাকা পাবেন? জানলে আজই চাকরি ছেড়ে রিল বানাতে শুরু করবেন ফেসবুকে আয় করতে হলে আপনাকে ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামের অংশ হতে হবে। এর জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে, যেমন আপনার ফেসবুক পেজে যথেষ্ট ফলোয়ার থাকা, নিয়মিত ভিডিও আপলোড করা এবং ফেসবুকের কমিউনিটি নির্দেশিকা ও মনিটাইজেশন নীতি মানা। প্রয়োজনীয়তাগুলি পূরণ হলে, ভিডিওতে ইন-স্ট্রিম বিজ্ঞাপন চালু করা যায়, যা থেকে ফেসবুক অর্থ প্রদান করে। Facebook monetization rules: ফেসবুকে মাত্র ১০০০ ফলোয়ার? জানেন কত ইনকাম প্রতি মাসে? অবাক করা পরিসংখ্যান প্রকাশ্যে ১০,০০০ ভিউতে আয় নির্দিষ্ট নয়। এটি নির্ভর করে দর্শকরা কোন দেশের,, ভিডিওর দৈর্ঘ্য, কত বিজ্ঞাপন দেখানো হয়েছে এবং ভিডিওতে অংশগ্রহণের মাত্রার উপর। গড়ে, ১০ হাজার ভিউয়ে আয় হতে পারে ১০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। তবে দর্শক যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ থেকে হন, তবে আয় আরও বেশি হতে পারে। ভারতের মতো দেশে এই পরিমাণ সাধারণত কিছুটা কম থাকে। Youtube: ইউটিউব ভিডিওতে ১,২০০ ভিউ পেলে ক্রিয়েটররা কত টাকা পান? জানুন উপার্জনের হাল হাকিকত আরও বেশি আয় করতে হলে ভিডিওকে মৌলিক ও আকর্ষণীয় রাখুন, দৈর্ঘ্য ৩ মিনিটের বেশি করুন, দর্শকদের আকর্ষণ বাড়াতে চেষ্টা করুন এবং ভিডিওটি বিভিন্ন গ্রুপ ও প্ল্যাটফর্মে শেয়ার করুন। ফেসবুক প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে ভিডিও দেখার সুযোগ দেয়, তাই ধারাবাহিক এবং মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করলে ধীরে ধীরে ভিউ ও ফলোয়ার বৃদ্ধি পাবে এবং আয়ও বাড়বে। Youtube VS Instagram: ইউটিউব নাকি ইনস্টাগ্রাম! কোন প্ল্যাটফর্মে দ্রুত আয় সম্ভব? ১০,০০০ ভিউয়ের জন্য কে বেশি টাকা দেয় জানেন? ফেসবুক এখন কন্টেন্ট নির্মাতাদের জন্য শুধু একটি বিনোদন মাধ্যম নয়, বরং আয়ের সম্ভাবনার একটি বড় পথ।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 11:20 am

Entertainment Latest Live News Update খতম দিশা পাটানির বাড়িতে গুলি চালানো দুই দুষ্কৃতি

Entertainment Latest Live News Update উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), দিল্লি পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট এবং হরিয়ানা এসটিএফের যৌথ অভিযানে, গাজিয়াবাদের ট্রনিকা সিটিতে, লাগাতার গুলি চালানোর ঘটনায় দুই দুষ্কৃতী নিহত হয়েছে। এরা বলিউড অভিনেত্রী, দিশা পাটানির বাসভবনের বাইরে গত ১২ সেপ্টেম্বরের গুলি চালনার সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে। নিহত দুই জনের নাম রবীন্দ্র ওরফে কাল্লু এবং অরুণ। কাল্লু হরিয়ানার রোহতক জেলার বাসিন্দা এবং অরুণ সোনিপতের। কর্মকর্তাদের দাবি, কাল্লু অতীতে ফতেহাবাদে পুলিশকর্মীদের ওপর গুলি চালানোর ঘটনায়ও জড়িত ছিল। এদিন অভিযানের সময় তাদের কাছে থেকে একটি গ্লক পিস্তল, একটি জিগানা পিস্তল, প্রচুর গুলি এবং ১২ সেপ্টেম্বর ব্যবহৃত অ্যাপাচি মোটরবাইক উদ্ধার করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 11:11 am

খেলা ঘোরালো ভারত, এবার প্রবল চাপে আমেরিকা, ঘুম উড়ল ট্রাম্পের

শুল্ক আরোপকে কেন্দ্র করে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়ে চরম টানাপোড়েন অব্যাহত। এর মাঝেই বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে যে তারা চলতি বছরের শেষ নাগাদ ভারতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করবে। উল্লেখ্য, মার্কিন প্রশাসন ইতিমধ্যেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। মেঘ ভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ধ্বংসযজ্ঞ! ভেসে গেল ঘরবাড়ি, নিখোঁজ কমপক্ষে ৭ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভারতের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার জন্য একটি নতুন কৌশলগত এজেন্ডা ঘোষণা করেছে। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন বলেন, আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে হবে। নতুন এজেন্ডার মাধ্যমে আমরা আমাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিরাট পদক্ষেপ গ্রহণের পথে এগোচ্ছি। আজই 'বোমা ফাটাবেন' রাহুল গান্ধী? সামনে আনবেন 'ভোট চুরির' 'বিস্ফোরক' প্রমাণ? এই নতুন কৌশলগত এজেন্ডার আওতায় বাণিজ্য, বিনিয়োগ, যৌথ অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে অনুসারে ইউরোপ ইতিমধ্যেই ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। চলতি বছরের শেষ নাগাদ ভারত- ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই কৌশলগত এজেন্ডা আগামী বছর ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে গৃহীত হবে এবং এর মধ্যে রয়েছে নিরাপত্তা, সংযোগ ও বৈশ্বিক বিষয়, সমৃদ্ধি, স্থায়িত্ব এবং প্রযুক্তি ও উদ্ভাবন। ২৭টি ইইউ সদস্য রাষ্ট্রের সামনে এই এজেন্ডা উপস্থাপন করা হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 11:11 am

কার্ক খুনের জের, ফ্যাসিবাদ বিরোধী অতিবাম গোষ্ঠীকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণা ট্রাম্পের!

বামপন্থীদের মদতদাতাদের বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 11:08 am

কার্কের মৃত্যুর জের, ফ্যাসিবাদ বিরোধী অতিবাম গোষ্ঠীকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণা ট্রাম্পের!

বামপন্থীদের মদতদাতাদের বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 11:08 am

এবার সফটওয়্যার বিভ্রাট! গ্রিন লাইনে ব্যহত মেট্রো পরিষেবা, চরম ভোগান্তির শিকার যাত্রীরা

শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সম্পূর্ণ বন্ধ পরিষেবা।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 11:07 am

Pak-Saudi Defence Pact |ঘনিষ্ঠতা বাড়ল সৌদি-পাকিস্তানের, সই প্রতিরক্ষা চুক্তিতে! কী প্রতিক্রিয়া ভারতের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ার শক্তিশালী দেশ সৌদি আরবের সঙ্গে বুধবার প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে পাকিস্তান (Pak-Saudi Defence Pact)। আর এই ‘কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ সম্পন্ন (Strategic Mutual Defence Agreement) হওয়ার পরই দুই দেশ জানিয়েছে, এক পক্ষের উপর হামলা হলে উভয় দেশই যৌথভাবে সেটির জবাব দেবে। আর পাকিস্তানের সঙ্গে সৌদির ঘনিষ্ঠতা বাড়তেই এবার […] The post Pak-Saudi Defence Pact | ঘনিষ্ঠতা বাড়ল সৌদি-পাকিস্তানের, সই প্রতিরক্ষা চুক্তিতে! কী প্রতিক্রিয়া ভারতের? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Sep 2025 11:06 am

পাইক্রফট নির্দোষ, পাকিস্তান আরও প্রমাণ না দিলে তদন্ত নয়! এশিয়া কাপ করমর্দন বিতর্কে বার্তা আইসিসির

ম্যাচ রেফারির বিরুদ্ধে তদন্ত হবে কি না, সেটা নির্ভর করবে নতুন কী তথ্যপ্রমাণ পাক বোর্ড দিতে পারে, তার উপর।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 11:06 am

Nadia: বৃষ্টিতে ভিজেই আলে কাজ করছিলেন, সকাল উদ্ধার স্বামী-স্ত্রীর দেহ

Nadia Electrocution: বুধবার দুপুর ওই দম্পতি জমিতে কৃষি কাজ করতে যান। সেই সময় ব্যাপক বজ্রপাত শুরু হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বজ্রপাতের জেরেই মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রীর। তখন তাঁরা মাঠে কাজ করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে থাকা বাকিরা সে সময়ে মাঠ থেকে চলে এসেছিলেন।

টিভি 9 বাংলা 18 Sep 2025 11:03 am

Narendra Modi Biopic: প্রধানমন্ত্রীর দ্বিতীয় বায়োপিক, নরেন্দ্র মোদীর ভূমিকায় কে?

‘মার্কো’র সর্বভারতীয় সাফল্যের পর অভিনেতা উন্নি মুকুন্দন নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন। এবার তিনি অভিনয় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে। ছবির নাম 'মা বন্দে'। বিশেষভাবে মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে এই ঘোষণা করা হয়েছে। অভিনেতা নিজের ইনস্টাগ্রামে ছবির ফার্স্ট লুক শেয়ার করে লিখেছেন- “একজন মানুষের গল্প, যিনি যুদ্ধ ও প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে যুগের পর যুগ বিপ্লবের প্রতীক হয়েছেন… জন্মদিনের অনেক শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীকে।” ছবিটি পরিচালনা করবেন ক্রান্তি কুমার সি জি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, এই বায়োপিকের গল্পে থাকবে মোদীর শৈশবকাল, সংগ্রামী দিনগুলি এবং জাতীয় নেতৃত্বের শীর্ষে ওঠার যাত্রাপথ। তবে নির্মাতারা জানিয়েছেন, কেবল রাজনীতিক নন, মোদীকে একজন মানুষ হিসেবেও তুলে ধরা হবে। বিশেষ করে তাঁর মায়ের সঙ্গে গভীর সম্পর্ক, যা তাঁর চরিত্র ও মানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তা হবে এই ছবির অন্যতম মূল দিক। এজন্যই ছবির ট্যাগলাইন রাখা হয়েছে- “An Anthem of a Mother”। উন্নি মুকুন্দন স্মৃতিচারণ করে বলেছেন, “আহমেদাবাদে বড় হওয়ার সময় থেকেই আমি তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে চিনতাম। পরে ২০২৩ সালের এপ্রিলে প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাই। সেই মুহূর্ত আমার জীবনে গভীর ছাপ রেখে গেছে।” View this post on Instagram A post shared by Unni Mukundan (@iamunnimukundan) অ্যাকশনধর্মী চরিত্রে জনপ্রিয় উন্নি মুকুন্দন মেপ্পাডিয়ান, মালিকাপুরম এবং মার্কো-তে অভিনয় করে যথেষ্ট প্রশংসা পেয়েছেন। মার্কো-ই এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার। এবার জাতীয় স্তরে এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ তাঁর ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন ভক্তরা। আগামী দিনে তাঁকে দেখা যাবে গান্ধারা জুনিয়র এবং মিধুন ম্যানুয়েল থমাসের লেখা একটি সুপারহিরো সিনেমায়, যার শুটিং শুরু হবে আগামী বছর।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 10:56 am

Ilish Fish: এবার পুজোয় জমিয়ে খাবেন, মহালয়ার আগেই ঢুকে গেল ট্রাক-ট্রাক ইলিশ

Hilsa Fish: জানা গিয়েছে, গতকাল রাতেই পেট্রাপোল বন্দর দিয়ে তিনটি ট্রাকে করে বারো টন ইলিশ ঢুকেছিল ভারতে। পরবর্তীতে আরো পাঁচটি ট্রাক এ ২৫ টন ইলিশ ঢুকেছে বলেই পেট্রাপোল বন্দর সূত্রে খবর। এরপর সেই ইলিশ বৃহস্পতিবার কলকাতা এবং হাওড়ার বাজারের পৌঁছয়। খুচরো মাছ ব্যবসায়ীরা ইলিশ মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয়।

টিভি 9 বাংলা 18 Sep 2025 10:48 am

ফুচকা খেয়েই বিপত্তি! চন্দ্রকোনায় অসুস্থ কমপক্ষে ৩৫ জন

ফুচকা খাওয়ার কয়েকঘণ্টা পর থেকেই শুরু হয় বমি, পেটের সমস্যা।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 10:45 am

ছেলের ভাবমূর্তি ক্ষুণ্ন, আহমেদাবাদ দুর্ঘটনার রিপোর্টে প্রশ্ন পাইলটের নবতিপর বাবার, ফের তদন্তের দাবি

ছেলের অসম্মানে তাঁর নিজেরও স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, চিঠিতে জানিয়েছেন বৃদ্ধ।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 10:38 am

মেঘ ভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ধ্বংসযজ্ঞ! ভেসে গেল ঘরবাড়ি, নিখোঁজ কমপক্ষে ৭

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টির জেরে ধ্বংসযজ্ঞ। চামোলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে সাতজন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে শুরু হয়েছে উদ্ধার অভিযান। West Bengal News Live Updates: বিহারের পর বাংলা-দিল্লিতে শুরু SIR-এর প্রস্তুতি, ভূয়ো ভোট রুখতে জোরালো পদক্ষেপ কমিশনের উত্তরাখণ্ডে আবারও মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা। চামোলি জেলায় রাতভর প্রবল বৃষ্টিপাতের জেরে নন্দনগর ঘাট এলাকার দুটি গ্রামে বহু বাড়িঘর ও যানবাহন স্রোতে ভেসে গিয়েছে। চামোলির জেলা শাসক সন্দীপ তিওয়ারি জানান, প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ৬টি বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাতজন এখনও নিখোঁজ রয়েছেন। তবে ত্রাণ ও উদ্ধারকারী দল ইতিমধ্যেই দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। Bengal SIR: বিধানসভা নির্বাচনের আগে বাংলায় SIR? তুঙ্গে প্রস্তুতি, বড় ঘোষণা কমিশনের #WATCH | Uttarakhand | Chamoli District Magistrate Sandeep Tiwari told ANI, A cloudburst caused damage in the Nandanagar Ghat area of ​​Chamoli district on Wednesday night. Six houses were buried under debris in the Kuntri Langafali ward of Nandanagar. The District Magistrate… pic.twitter.com/oNWiRwzxYw — ANI (@ANI) September 18, 2025 এদিকে দুর্ঘটনার খবর পেয়ে এসডিআরএফ, এনডিআরএফ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবুও নিখোঁজদের সন্ধানে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। VIDEO | Chamoli, Uttarakhand: Cloudburst in Nandanagar results in massive destruction. More details are awaited. #UttarakhandNews (Source: Third Party) (Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7 ) pic.twitter.com/m1IRuxXLsO — Press Trust of India (@PTI_News) September 18, 2025 এর আগে, দেরাদুন ও আশপাশের এলাকাতেও মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল। সেদিনের সেই দুর্যোগে প্রাণ হারান অন্তত ছয়জন, নিখোঁজ হন সাতজন এবং পাহাড়ি অঞ্চলে ৬০০-রও বেশি মানুষ আটকে পড়েন। Disha Patani: পালাতে গিয়ে পুলিশের নিশানায়, খতম দিশা পাটানির বাড়ির দুষ্কৃতীরা এদিকে, আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ডে আগামী ২০ ঘণ্টার জন্য কমলা সতর্কতা জারি করেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে, যা নতুন করে ভূমিধস ও নদীর জলস্তর বৃদ্ধির ঝুঁকি বাড়াতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 10:27 am

নিয়ম করে কুস্তি! হঠাৎ কেন পালোয়ান হওয়ার চেষ্টা ‘গুড্ডু ভাই’আলি ফজলের?

'মির্জাপুর'-এর নিজের চরিত্রের জন্যও প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 10:25 am

PM Modi Birthday: ভ্যাটিকানে প্রার্থনা, জন্মদিনে প্রধানমন্ত্রী মোদীকে আশীর্বাদ করলেন পোপ লিও

PM Narendra Modi: বুধবার পবিত্র ভ্যাটিকান সিটিতে জমায়েত হয়েছিলেন ৩০ হাজার মানুষ। বুধবারের এই বিশেষ প্রার্থনায় পোপ লিও চতুর্দশ সকল আগত পুণ্যার্থীকে আশীর্বাদ করেন। গতকাল তিনি ভারতের সংখ্যালঘু ফেডেরেশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থ জীবন ও দীর্ঘায়ুর কামনা করেন।

টিভি 9 বাংলা 18 Sep 2025 10:15 am

আজই 'বোমা ফাটাবেন' রাহুল গান্ধী? সামনে আনবেন 'ভোট চুরির' 'বিস্ফোরক' প্রমাণ?

কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ, বৃহস্পতিবার দিল্লিতে বিশেষ সাংবাদিক বৈঠক করবেন। সকাল ১০টায় ইন্দিরা ভবন অডিটোরিয়ামে এই বৈঠক হবে বলে বুধবার এক্স-এ ঘোষণা করেছেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি লিখেছেন, “আগামীকাল ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিশেষ সাংবাদিক বৈঠক করবেন। মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকতে।” এই সাংবাদিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কারণ, গত সপ্তাহেই রাহুল গান্ধী তাঁর ‘ভোট চুরি’র অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেছিলেন, শীঘ্রই তিনি “ বিস্ফোরক প্রমাণ” সামনে আনবেন। সেই সময় তিনি মন্তব্য করেছিলেন, “‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান এখন সারা দেশে প্রতিধ্বনিত হচ্ছে। সরকার ভোট চুরি করছে। এর প্রমাণ আমরা দেখাবো।” West Bengal News Live Updates: বিহারের পর বাংলা-দিল্লিতে শুরু SIR-এর প্রস্তুতি, ভূয়ো ভোট রুখতে জোরালো পদক্ষেপ কমিশনের Tomorrow 18 Sept, Special Press Briefing by the Leader of Opposition in Lok Sabha, Shri Rahul Gandhi at 10 am at Indira Bhawan Auditorium. Media is requested to be seated by 9.30 am. कल दिनांक 18 सितम्बर को सुबह 10 बजे इंदिरा भवन ऑडिटोरियम में लोक सभा में नेता प्रतिपक्ष श्री… — Pawan Khera (@Pawankhera) September 17, 2025 তিনি আরও অভিযোগ করেছিলেন যে, বিজেপির সঙ্গে যোগসাজশ করে নির্বাচন কমিশন ভোটের ফলাফল সাজিয়ে দিচ্ছে। কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে অনিয়মের অভিযোগও তিনি তুলেছিলেন। সম্প্রতি রায়বরেলীতে দুই দিনের সফরে গিয়ে রাহুল গান্ধী আরও একবার জানান, “আমরা আরও বিস্তারিতভাবে ভোট চুরির সত্যিটা সামনে আনব। মহারাষ্ট্রে ২০১৯ লোকসভা নির্বাচনের পর এক কোটিরও বেশি নতুন ভোটার যুক্ত হয়েছিল, যা বিজেপির পক্ষে সুবিধা করে দেয়। কিন্তু কংগ্রেস ও জোটসঙ্গীদের ভোট অপরিবর্তিত থাকে।” তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা বা ভিডিও ফুটেজ দিতে অস্বীকার করেছে। #WATCH | Raebareli | Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, We are going to present dynamic, explosive proofs to you. The slogan 'Vote chor, gaddi chhor' is reverberating across the nation. It is a fact that governments are being formed by stealing votes. We guarantee… pic.twitter.com/GIjqJhfi18 — ANI (@ANI) September 11, 2025 কর্ণাটক প্রসঙ্গেও রাহুল গান্ধীর অভিযোগ, বেঙ্গালুরু সেন্ট্রালের একটি আসনে প্রায় দু লক্ষ ভুয়ো ভোটারের নাম ধরা পড়েছে, যা বিজেপির জয়ে প্রভাব ফেলেছে। তাঁর দাবি, এ ধরনের অনিয়ম শুধু মহারাষ্ট্র বা কর্ণাটকেই নয়, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং গুজরাটেও ঘটছে। বিশেষত গুজরাটে “বৃহৎ মাত্রায়” অনিয়ম হয়েছে। Bengal SIR: বিধানসভা নির্বাচনের আগে বাংলায় SIR? তুঙ্গে প্রস্তুতি, বড় ঘোষণা কমিশনের অন্যদিকে, বিজেপি কংগ্রেসের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া কটাক্ষ করে বলেছেন, “কংগ্রেস সেই ছাত্রের মতো, যে পড়াশোনা করে না, পরীক্ষায় ফেল করে এবং দোষ চাপায় ইভিএমের উপর। বিজেপি ভালো ছাত্রের মতো কাজ করে এবং মানুষের সমর্থন পায়।” প্রসঙ্গত, নির্বাচন কমিশনও রাহুল গান্ধীর অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। কমিশনের পক্ষ থেকে মেশিনে পড়ার মতো ভোটার তালিকা বা সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি নাকচ করে দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 10:09 am

Disha Patani: পালাতে গিয়ে পুলিশের নিশানায়, খতম দিশা পাটানির বাড়ির দুষ্কৃতীরা

উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), দিল্লি পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট এবং হরিয়ানা এসটিএফের যৌথ অভিযানে, গাজিয়াবাদের ট্রনিকা সিটিতে, লাগাতার গুলি চালানোর ঘটনায় দুই দুষ্কৃতী নিহত হয়েছে। এরা বলিউড অভিনেত্রী, দিশা পাটানির বাসভবনের বাইরে গত ১২ সেপ্টেম্বরের গুলি চালনার সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে। নিহত দুই জনের নাম রবীন্দ্র ওরফে কাল্লু এবং অরুণ। কাল্লু হরিয়ানার রোহতক জেলার বাসিন্দা এবং অরুণ সোনিপতের। কর্মকর্তাদের দাবি, কাল্লু অতীতে ফতেহাবাদে পুলিশকর্মীদের ওপর গুলি চালানোর ঘটনায়ও জড়িত ছিল। এদিন অভিযানের সময় তাদের কাছে থেকে একটি গ্লক পিস্তল, একটি জিগানা পিস্তল, প্রচুর গুলি এবং ১২ সেপ্টেম্বর ব্যবহৃত অ্যাপাচি মোটরবাইক উদ্ধার করা হয়। Aishwarya Rai Bachchan: শশুরবাড়ি ছেড়েছেন ঐশ্বর্য্য? মায়ের স্বার্থেই বড় সিদ্ধান্ত নিয়েছেন? সামনে এল বড় সত্যি! বুধবার সন্ধ্যায় ট্রনিকা সিটির কাছে ফাঁদ পেতে বসেছিল যৌথ বাহিনী। অভিযুক্তরা বাইকে করেই এলাকায় ঘুরছিল। তখনই পুলিশ তাদের চিহ্নিত করে। কর্মকর্তাদের দেখেই তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে দু’জনই গুরুতর জখম হয় এবং পরে হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শরীরে দুটি করে গুলির চিহ্ন পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষ থেকে, এক ডজনেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয় এবং পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পুলিশকে দ্রুত তদন্ত সম্পন্ন করে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, অপরাধের পুরনো রেকর্ড খতিয়ে দেখা হয়। এর পরবর্তীতেই, প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। দিল্লি ও হরিয়ানা পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। উল্লেখযোগ্যভাবে, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গোদারা-ব্রার গ্যাং সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে হামলার দায় স্বীকার করে। তাদের দাবি, দিশা পাটানির বোন খুশবু আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ জি মহারাজ ও অনিরুদ্ধ আচার্য জি মহারাজকে অপমান করেছেন- এ কারণেই তারা গুলি চালায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 10:04 am

Suryakumar Yadav Abused: 'চূড়ান্ত অশিক্ষার পরিচয়', মহম্মদ ইউসুফকে ধুয়ে দিলেন বাংলার অনুষ্টুপ

Asia Cup 2025: গত রবিবার (১৪ সেপ্টেম্বর) চলতি এশিয়া কাপের আসরে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে-অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে পাকিস্তানকে ৭ উইকেটে দুরমুশ করে দেয় ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে না তো টস করার সময় হাত মিলিয়েছেন, আর না ম্য়াচ শেষ হওয়ার পর। বিশাল একটি ছক্কা হাঁকিয়ে সূর্যই ম্য়াচটা শেষ করেন এবং শিবম দুবেকে সঙ্গে নিয়ে তিনি সোজা প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগান। এই অপমান গোটা পাকিস্তান সহ্য করতে পারেনি। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ ইউসুফ (Mohammad Yousuf) একটি টেলিভিশন চ্যানেলের লাইভ শো'য়ে ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে খুল্লমখুল্লা গালাগালি দেন। নিজের দেশকেই অপমান করেছেন: অনুষ্টুপ এই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। গোটা ভারত আপাতত ক্ষোভে ফুটতে শুরু করেছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া নেওয়ার জন্য বাংলা ক্রিকেট দলের অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের (Anustup Majumdar) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে তিনি দুরভাষ মারফৎ জানিয়েছেন, 'কেউ নিজের রাগ কিংবা ক্ষোভ কীভাবে ব্যক্ত করবে, সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে এই ধরনের মন্তব্য করে নিজেকে এবং নিজের দেশকেই উনি অসম্মান করেছেন। কাউকে ছোট করে কিংবা কটূ কথা বলে কখনই বড় হওয়া যায় না। এটা সকলেই জানে। এত বড় মাপের একজন ক্রিকেটারের থেকে এমন মন্তব্য একেবারেই আশা করা যায় না।' Pakistan vs UAE Controversy: এক ঘণ্টার হাইভোল্টেজ ড্রামা, ২২ গজে ফের 'বেইজ্জত' পাকিস্তান! দাবি মানল না আইসিসি প্রসঙ্গত, ওই অনুষ্ঠানে সূর্যকুমার যাদবের নাম খারাপ করার চেষ্টা করেন মহম্মদ ইউসুফ। বারংবার তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে 'শুয়োর' বলে সম্বোধন করেন। এমনকী, অনুষ্ঠানের সঞ্চালক তাঁকে সঠিক নামটা মনে করানোর চেষ্টাও করেছিলেন। ভেবেছিলেন, হয়ত ভুলবশত ওই নামটা উচ্চারণ হয়ে গিয়েছে। কিন্তু, সেই অনুরোধ তোয়াক্কা করেননি ইউসুফ এবং সূর্যকে অপমানজনক ভাষায় আক্রমণ করে যান। এই ঘটনার পর অপর সঞ্চালকের মুখে ব্যাঙ্গের হাসি দেখতে পাওয়া যায়। India vs Pakistan Asia Cup 2025: মুখ যেন নর্দমার পোকা, লাইভ শো'য়ে সূর্যকে গালাগালি পাক ক্রিকেটারের! 'এই মন্তব্য চূড়ান্ত অশিক্ষার পরিচয় দিয়ে গেল...' অনুষ্টুপের কথায়, 'হাত না মেলানোর ঘটনাকে কেন্দ্র করেই তো ওদের যত রাগ! ম্যাচের পর সূর্যকুমার যাদব তো সাংবাদিক বৈঠকে এসে গোটা বিষয়টা পরিষ্কার করেই দিয়েছিল। তবে এমন মন্তব্য করা একেবারেই উচিত নয়। এই মন্তব্য আসলে চূড়ান্ত অশিক্ষার পরিচয় দিয়ে গেল। এরথেকে বেশি এই ব্যাপারে আর কোনও মন্তব্য করতে চাই না। এহেন মন্তব্যের কারণে কোনও ভারতীয় ক্রিকেটারের সম্মান কমবে। বরং, সেটা আরও বেড়ে যাবে।' India vs Pakistan Controversy: পাকিস্তানের সঙ্গে হাত মেলাবেন ভারতের মহিলা ক্রিকেটাররা? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট পাশাপাশি অনুষ্টুপ ভারতীয় ক্রিকেট দলের পারফরম্য়ান্স নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন। তিনি বললেন, 'এবারের এশিয়া কাপে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত দুটো ম্য়াচ খেলেছে। আর দুটো ম্য়াচেই অসম্ভব ভাল পারফরম্য়ান্স করেছে। ভেবেছিলাম, পাকিস্তানের বিরুদ্ধে হয়ত একটা হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখব। সত্যি কথা বলতে কী, পাকিস্তানের এই দলটাকে দেখে সত্যিই খুব খারাপ লাগছে। পারফরম্য়ান্স তো এদিক-ওদিক হতেই পারে। কিন্তু, ক্রিকেটারদের দক্ষতা একেবারেই নেই বললেই চলে। পাকিস্তান ক্রিকেট দলের এই পারফরম্য়ান্স দেখে আমার একেবারেই ভাল লাগেনি। ওরা একেবারেই সঠিক পথে যাচ্ছে না।' India vs Pakistan Asia Cup 2025 Controversy: 'একেবারে সঠিক জবাব', হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানকে খোলাখুলি অপমান সূর্যের! আরও যোগ করেন, 'আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে পাকিস্তান মানেই ফাস্ট বোলিং অ্যাটাক। কত তাবড়-তাবড় ক্রিকেটাররা এই দলের হয়ে খেলে গিয়েছেন। ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রম, আকিব জাভেদ এবং আরও কত নাম। সেই জায়গা থেকে আজকের পাকিস্তান দলের খেলা আর চোখে দেখা যাচ্ছে না। এটা নতুন একটা দল হলেও, দক্ষতার যথেষ্টই অভাব রয়েছে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 10:00 am

৭৫-এ মোদি, ফের চর্চায় অবসর জল্পনা, কী চলেছে বিজেপির অন্দরে?

বিজেপির অনেক নেতাই ৭৫-এর পর সক্রিয় থেকেছেন।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 9:59 am

শক্তিশালী সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের, ‘নজর রাখছে ভারত’, বিবৃতি বিদেশমন্ত্রকের

পাকিস্তানের উপর হামলার অর্থ তাদের উপরেও হামলা, বুধবার জানাল সৌদি আরব।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 9:50 am

বড় জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু পিএসজির, চেলসিকে হারাল বায়ার্ন, জয় লিভারপুলেরও

চ্যাম্পিয়ন্স লিগে নয়া রেকর্ড গড়লেন হ্যারি কেন।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 9:44 am

Pujoy Pulse: হুইল ঘোরালেই পাবেন উপহার, আজ পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে যাবে বোলপুর ও রায়গঞ্জে

Pujoy Pulse 2025: বিগত দুই বছরের মতো এ বছরও দুর্গাপুজোর আনন্দ আরও একটু বাড়িয়ে দিতে জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ক্যান্টর। এবার পুজোয় পালসের তৃতীয় সংস্করণ। আজ পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে যাবে বোলপুর ও রায়গঞ্জে।

টিভি 9 বাংলা 18 Sep 2025 9:43 am

Uttarakhand Cloudburst |মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ড! চামোলিতে ভেসে গেল ঘরবাড়ি, নিখোঁজ অন্তত ১০

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ড (Uttarakhand Cloudburst)। ফের চামোলি (Chamoli) জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ভেসে গিয়েছে বাড়িঘর। নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন (Missing)। পলি ও জলস্রোতের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কমপক্ষে ৬টি বাড়ি। জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত চলছিল। তবে বুধবার গভীর রাতে চামোলি জেলার নন্দনগরে মেঘভাঙা বৃষ্টির […] The post Uttarakhand Cloudburst | মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ড! চামোলিতে ভেসে গেল ঘরবাড়ি, নিখোঁজ অন্তত ১০ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Sep 2025 9:35 am

Aishwarya Rai Bachchan: শশুরবাড়ি ছেড়েছেন ঐশ্বর্য্য? মায়ের স্বার্থেই বড় সিদ্ধান্ত নিয়েছেন? সামনে এল বড় সত্যি!

বলিউড দম্পতি ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুজব ছড়িয়েছে। বিশেষ করে তাদের যৌথ উপস্থিতি কমে যাওয়া এবং অভিষেকের সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদ–সম্পর্কিত একটি পোস্টে, লাইক দেওয়ার ঘটনা সেই জল্পনা আরও জোরালো করেছিল। তবে সম্প্রতি প্রহ্লাদ কক্কর এই গুঞ্জন একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন। মুম্বইয়ে ঐশ্বর্যর বাবার বাড়ির একই আবাসনে থাকেন প্রহ্লাদ। তিনি জানান, অভিনেত্রী সেখানে মূলত অসুস্থ মায়ের পাশে সময় কাটান। তাঁর কথায়, “প্রতিদিনই দেখি, আরাধ্যাকে স্কুলে নামিয়ে দেওয়ার পর ঐশ্বর্যর হাতে কয়েক ঘণ্টা সময় থাকে। সেই সময় তিনি মায়ের সঙ্গে কাটান, তারপর মেয়েকে নিয়ে সোজা বাড়ি ফিরে যান। তাঁদের বিচ্ছেদ নিয়ে অযথা ভুল ব্যাখ্যা করা হচ্ছে।” বচ্চন পরিবারের সঙ্গে অভিনেত্রীর দূরত্বের গুঞ্জন সম্পর্কেও কক্কর স্পষ্ট মন্তব্য করেন, “এসব নিছক গুজব। তিনি এখনও পরিবারের বউমা, এখনও বাড়িটি সামলান। রবিবারে বা ছুটির দিনে তিনি মায়ের কাছে যান না। মাঝে মধ্যে অভিষেকও আসেন। তাহলে বলাই যায়, এর মধ্যে আলাদা হয়ে যাওয়ার মতো কিছু নেই।” যদিও তাঁদের দুজনের কেউই তাঁদের বিচ্ছেদ নিয়ে কখনোই কোনও মন্তব্য করেননি। তবে, নানাভাবে তাঁরা ইঙ্গিত দিয়েছেন, যে সংসার আলাদা হওয়ার কোনও প্রশ্নও নেই তাঁদের কাছে। প্রহ্লাদের কথায়, “তারা কখনও গুজবের জবাব দেন না। সবসময় মর্যাদা রক্ষা করেছেন। এটিই তাদের শক্তি।” যদিও গুঞ্জন থামেনি, তবুও সম্প্রতি অভিষেক ও ঐশ্বর্যকে একসঙ্গে দেখা গেছে পরিবারের বিবাহ অনুষ্ঠান, আরাধ্যার স্কুলের ফাংশন ও অনন্ত আম্বানির বিয়ের উৎসবে। দম্পতি সম্প্রতি মেয়েকে নিয়ে তাদের ১৮তম বিবাহবার্ষিকীও উদযাপন করেছেন, যা কার্যত সমস্ত জল্পনার জবাব হয়ে উঠেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 9:35 am

Pakistan Fake Football Team: আমিরশাহীর পর জাপানেও 'বেইজ্জত' পাকিস্তান, এবার ভুয়ো ফুটবল দলের পর্দাফাঁস!

Pakistan Fake Football Team: গোটা ক্রীড়া বিশ্বেই চূড়ান্ত বেইজ্জতির শিকার হচ্ছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত ২০২৫ এশিয়া কাপে ইতিমধ্যে প্রতিবেশী দেশের নাক কাটা গিয়েছে। এবার জাপানেও পাকিস্তানের এক বড়সড় 'দু-নম্বরি'র পর্দাফাঁস হয়ে গেল। আসলে, জাপানে আয়োজিত একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য পাকিস্তান থেকে ভুয়ো ফুটবল দল গিয়েছিল। যদিও আধিকারিকদের সন্দেহ হতেই তদন্ত শুরু হয়। শেষপর্যন্ত ওই পাকিস্তানিদের 'আসল' পরিচয় জানা যায়। India vs Pakistan Controversy: পাকিস্তানের সঙ্গে হাত মেলাবেন ভারতের মহিলা ক্রিকেটাররা? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট এরপর জাপান থেকে দ্রুত পাকিস্তানের ওই ভুয়ো ফুটবল দলকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি নিজেদের ফুটবলার বলে দাবি করা ওই পাকিস্তানিদের থেকে বিদেশ মন্ত্রকের ভুয়ো NoC-ও পাওয়া গিয়েছে। এই ঘটনায় মোট ২২ সন্দেহভাজন পাকিস্তানিকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতারও করা হয়। India vs Pakistan Asia Cup 2025: মুখ যেন নর্দমার পোকা, লাইভ শো'য়ে সূর্যকে গালাগালি পাক ক্রিকেটারের! ভুয়ো ফুটবল দলের পর্দাফাঁস আসলে, পাকিস্তানের তদন্তাকারী সংস্থা FIA-ই এই ন্যক্কারজনক ঘটনার পর্দাফাঁস করেছে। তদন্তে উঠে এসেছে, ওই ব্যক্তিরা অবৈধভাবে জাপানে প্রবেশ করার ফন্দি এঁটেছিল। সেকারণে নিজেদের ফুটবলার বলে পরিচয় দিয়েছিল। পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, এই অপরাধীরা দাবি করেছিল যে তারা পাকিস্তান ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত। এমনকী, তাদের থেকে বিদেশ মন্ত্রক দ্বারা অনুমোদিত ভুয়ো NoC-ও উদ্ধার করা হয়েছে। Another Global EMBARRASSMENT for Pakistan 22 men from Pakistan were flown to Japan as a fake Football team with forged PFF & Foreign Ministry docs. ⚽️ Japan deported them all — mastermind is in FIA custody. Agencies are investigating multiple Pakistanis who came as… pic.twitter.com/c1Sx9rYOvf — Megh Updates ™ (@MeghUpdates) September 17, 2025 জাপানে পা রাখতে না রাখতেই অভিবাসন দফতরের আধিকারিকরা সন্দেহ করতে শুরু করেন। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। সেখানে এই জালিয়াতির পর্দাফাঁস হয়ে যায়। ভুয়ো কাগজপত্র নিয়ে তারা জাপানে প্রবেশ করেছিল। অবশেষে তাদের আবার পাকিস্তানের বিমানে বসিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু, কীভাবে কোনও তদন্ত ছাড়াই পাকিস্তান থেকে তারা জাপানের বিমানে চাপলেন, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। India vs Pakistan Handshake Row: 'আমরা তো অপেক্ষাই করছিলাম...', হ্যান্ডশেক করতে না পেরে নাকেকান্না পাকিস্তানের ভুয়ো ক্লাবেই হয়েছিল ট্রায়াল তদন্তে উঠে এসেছে যে এই গোটা ঘটনাটির মূল ষড়যন্ত্রী হলেন শিয়ালকোটের পসরুর এলাকার বাসিন্দা মালিক ওয়াকাস। প্রসঙ্গত, ওয়াকাস একটি ভুয়ো ফুটবল ক্লাবও চালান। ওই ক্লাবের নাম হল গোল্ডেন ফুটবল ট্রায়াল। India vs Pakistan Asia Cup 2025 Controversy: 'একেবারে সঠিক জবাব', হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানকে খোলাখুলি অপমান সূর্যের! জাপানে পাঠানোর নাম করে ওই ব্যক্তি প্রত্যেকের থেকে প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা নিয়েছিলেন। গত ১৫ সেপ্টেম্বর FIA-র কম্পোজিট সার্কেল ওয়াকাসকে গ্রেফতারও করেছে। পাকিস্তান সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, ওয়াকাসের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 9:30 am

জনতার মন পেতে ঢাল মমতা-অভিষেকেরই 'টেকনিক'! 'এক ফোনে বিধায়ক', পরিষেবা চালু দাপুটে তৃণমূল নেতার

সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে নিজেকে জনদরদী প্রতিপন্ন করতে আসরে নেমে পড়লেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। এর জন্য তিনি দলীয় সুপ্রিমোর ‘দিদিকে বলো’ এবং দলের সেকেন্ড ইন কমাণ্ডের ‘এক ডাকে অভিষেক’ এর অনুকরণে ‘এক ফোনে বিধায়ক খোকন দাস’ নাম দিয়ে ফোন নম্বর চালু করলেন। বুধবার বিশ্বকর্মা পুজোর দিন বর্ধমানের কাঞ্চননগরে বিধায়ক অফিস থেকে খোকন দাস নিজেই এই হেল্পলাইনের সূচনা করলেন। এ নিয়ে বিরোধীরা নানা কটাক্ষ করলেও বিধায়ক খোকন দাস অবশ্য সে সবকে পাত্তা দেননি। West Bengal News Live Updates: ইলিশপ্রেমীদের মুখে চওড়া হাসি, পুজোয় কলকাতার বাজার ছেয়ে যাবে পদ্মার ইলিশে, দাম কত? এদিন একেবারে আটপৌরে ভাবেই বিধায়ক খোকন দাস তাঁর হটলাইন ফোন নম্বারের সূচনা করেন। এই ফোন নম্বারে ফোন করলে সাধারণ মানুষ কি সহায়তা পাবে তার ব্যাখ্যায় খোকন দাস জানিয়েছেন। যে কোনও সমস্যায় পড়া মানুষ ‘এক ফোনে বিধায়ক খোকন দাস’ নম্বরে ফোন করলে তার সমস্যার সমাধানের জন্য চেষ্টা করা হবে। তিনি এও জানান, কেউ যদি খেতে না পান, ফোনে তা জানালেই দুবেলা খাবার পৌঁছে যাবে তাঁর বাড়িতে। এর মধ্যেই দুবেলা খাবার দেওয়া হচ্ছে স্বল্পমূল্যে। কঙ্কালেশ্বরীতলায় ১০০ কম্পিউটার নিয়ে সেন্টার গড়া হচ্ছে। একেবারে বিনামূল্যে ফাইভ থেকে এইটে পড়া ছেলেমেয়েরা এর সুযোগ পাবেন। অন্য সমস্যাও বলা যাবে বলে বিধায়ক জানান। শিক্ষক পিটিয়ে অবশেষে পুলিশের জালে দাপুটে তৃণমূল নেতা, চাপের মুখে নতিস্বীকার? বর্ধমান শহরবাসী তো বেহাল নিকাশী,ভাঙা রাস্তা, এসব নিয়ে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। এই দুর্ভোগ কবে কাটবে? এর জবাবে বিধায়ক জানান, অনেক জায়গায় কাজ চলছে। আরও কাজ হবে। তবে ফোন করলেই এইসব সমস্যার সমাধান হয়ে যাবে এমন আশ্বাস অবশ্য বিধায়ক দেননি। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার ও বিধায়ক খোকন দাস মাস খানেক আগে ফলাও করে ঘোষণা করেছিলেন বর্ধমান শহরের রাস্তা পুরো বদলে যাবে পুজোর আগে। কিন্তু তা হল কোথায়? বর্ধমান শহরের অনেক নাগরিক সেই প্রশ্ন এদিন তোলেন। কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, শহরে রাস্তার হাঁড়ির হাল। সামান্য বৃষ্টিতে জিটি রোড থেকে বিসি রোডে প্লাবন হচ্ছে। এই অবস্থায় যদি দুর্গাপুজোয় বৃষ্টি হয় তাহলে তো আর কথাই নেই। প্রায় একই কথা বলেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। তিনি বলেন, বিধায়ক খোকন দাস সারা বছরই মেলা খেলা নিয়ে নাগরিকদের ব্যস্ত রাখেন। লোকসভা নির্বাচনে নাগরিকরা বুঝিয়ে দিয়েছেন। তাঁরা শহরের উন্নয়ন চান। ভালো পরিষেবা চান। এবার বিধানসভা নির্বাচনেও নাগরিকরা ইভিএমে সেটা বুঝিয়ে দেবেন বুঝতে পেরে খোকন দাস এখন জনদরদী সাজতে চাইছেন। তবে এসবে লাভ কিছু হবে না। IMD FORECAST: পুজোর আগে বিরাট দুর্যোগের চূড়ান্ত সতর্কতা, কোন কোন জেলায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা?

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 9:21 am

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক ১৩ বাংলাদেশি মৎস্যজীবী

কী কারণে ওই ট্রলারটি ভারতীয় জলসীমায় এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 9:20 am

১৪ দফা অভিযোগে বিদ্ধ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত, উঠছে তদন্তের দাবি

একনজরে দেখে নিন কোন কোন অভিযোগে বিদ্ধ তিনি।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 9:13 am

Delhi SIR |বাংলা নয়, বিহারের পর এবার দিল্লিতে এসআইআর ঘোষণা! প্রস্তুতি শুরু কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের (Bihar) ঘোষণা আগেই করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এরপর যে দেশজুড়ে এসআইআর হতে চলেছে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। তবে বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর হবে এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে তার আগেই এবার দিল্লিতে এসআইআর ঘোষণা করে দিল কমিশন (Delhi SIR)। ইতিমধ্যেই এসআইআর […] The post Delhi SIR | বাংলা নয়, বিহারের পর এবার দিল্লিতে এসআইআর ঘোষণা! প্রস্তুতি শুরু কমিশনের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Sep 2025 9:12 am

শিক্ষক পিটিয়ে অবশেষে পুলিশের জালে দাপুটে তৃণমূল নেতা, চাপের মুখে নতিস্বীকার?

কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ত্রিদিব বাড়ুই। বুধবার কাকদ্বীপ স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, মঙ্গলবার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন বিদ্যালয়ে এডুকেশনাল ট্যুর উপলক্ষে তহবিল সংগ্রহকে কেন্দ্র করে শিক্ষক মিলনকান্তি পাল ও স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য ত্রিদিব বাড়ুইয়ের মধ্যে তীব্র বচসা হয়। এরপরই অভিযুক্ত তৃণমূল নেতা ওই শিক্ষকের উপর চড়াও হন। ঘটনাটি ক্যামেরাবন্দি হয় এবং সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। West Bengal News Live Updates: ইলিশপ্রেমীদের মুখে চওড়া হাসি, পুজোয় কলকাতার বাজার ছেয়ে যাবে পদ্মার ইলিশে, দাম কত? মিলনকান্তি পাল অভিযোগ করেছেন, “ত্রিদিববাবু আমাকে মিথ্যা অভিযোগপত্রে সই করাতে চাপ দিচ্ছিলেন। আমি অস্বীকার করায় তিনি হঠাৎ অফিসঘরে আমাকে মারধর শুরু করেন। পরে কলার টেনে আমাকে বিদ্যালয়ের বাইরে বার করে দেন।” বর্তমানে তিনি কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। তাঁর হাত ও গলায় আঘাত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। TMC panchayat member Tridib Barui beats teacher Milan Kanti Pal at Kakdwip’s Birendra Vidyaniketan. The same criminal is HEAD of school committee! Teachers getting thrashed by the very criminals who control their schools! This is Mamata’s sick joke on Bengal! Teachers are now… pic.twitter.com/OTtc44HvIR — BJP West Bengal (@BJP4Bengal) September 17, 2025 অভিযুক্ত ত্রিদিব বাড়ুই অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, “অভিযুক্ত ওই শিক্ষক বেআইনিভাবে টাকা তুলছিলেন। আমি রসিদের দাবি করতেই উনি কাগজ ছিঁড়ে ফেলেন এবং উলটে আমাকেই মারধর করেন। আমি কাউকে মারিনি।” ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি ও সিপিএম কড়া ভাষায় তৃণমূলকে নিশানা করেছে। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, “বিদ্যালয় এখন আতঙ্কের জায়গা হয়ে উঠেছে। শিক্ষকরা আতঙ্কে কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে।” IMD FORECAST: পুজোর আগে বিরাট দুর্যোগের চূড়ান্ত সতর্কতা, কোন কোন জেলায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা? সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেছেন, “এই সরকার থাকলে এরকম ঘটনা বারবার ঘটবেই। গত ১৪ বছরে শিক্ষকরা চাকরি পাননি, বরং হেনস্থার শিকার হয়েছেন।” অন্যদিকে, স্থানীয় তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা জানিয়েছেন, অভিযোগের তদন্ত করা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 9:11 am

EXCLUSIVE: সন্ত্রাস কেড়েছে প্রিয়জনদের, পহেলগাঁওয়ে স্বজনহারাদের জন্য ‘রক্তবীজ ২’-এর স্পেশাল স্ক্রিনিং

'রক্তবীজ ২' ছবি দেখবেন পহেলগাঁওয়ে মৃতদের পরিবারের সদস্যরা।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 9:01 am

Asia Cup 2025 Super 4: সুপার ফোরে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! নতুন কোনও ঝামেলা অপেক্ষা করছে না তো?

Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের দশম ম্য়াচে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহী খেলতে নেমেছিল। দুটো দলের কাছেই ম্য়াচটা জেতা ছাড়া অন্য কোনও রাস্তা খোলা ছিল না। তবে আমিরশাহী ক্রিকেট দল এই ম্য়াচে সহজেই নতিস্বীকার করে নেয়। শেষপর্যন্ত ৪১ রানে জয়লাভ করে পাকিস্তান। গ্রুপ পর্বে এই নিয়ে দ্বিতীয় ম্যাচ জিতল পাকিস্তান। আর সেইসঙ্গে সুপার ফোরেও নিজেদের আসন পাকা করে ফেলেছে। অন্যদিকে, এই বছরের মতো এশিয়া কাপে আমিরশাহীর যাত্রা শেষ হয়ে গেল। ইতিপূর্বে ওমান এবং হংকংও নিজেদের বাক্স-প্যাঁটরা গুছিয়ে ফেলেছে। India vs Pakistan Controversy: পাকিস্তানের সঙ্গে হাত মেলাবেন ভারতের মহিলা ক্রিকেটাররা? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট এই টুর্নামেন্টে গ্রুপ এ'তে ছিল পাকিস্তান। প্রথম ম্য়াচে ওমানকে হারিয়ে তারা ২০২৫ এশিয়া কাপ অভিযান শুরু করে। তবে দ্বিতীয় ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে সলমান আলি আগার দল। টিম ইন্ডিয়া ৭ উইকেটে পাকিস্তানকে দুরমুশ করে দেয়। এই পরাজয়ের পর পাকিস্তানের কাছে গ্রুপ পর্বের তৃতীয় তথা অন্তিম ম্য়াাচটা 'ডু-অর-ডাই' হয়ে যায়। তবে শেষপর্যন্ত UAE-কে পরাস্ত করে পাকিস্তান সুপার ৪-এর টিকিট কনফার্ম করে। পাকিস্তান এই ম্য়াচে UAE-কে ৪১ রানে পরাস্ত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৪৬ রান করেছিল। হাফসেঞ্চুরি করেছিলেন ফখর জামান। জবাবে গোটা UAE দল ১০৫ রানে অলআউট হয়ে যায়। India vs Pakistan Asia Cup 2025: মুখ যেন নর্দমার পোকা, লাইভ শো'য়ে সূর্যকে গালাগালি পাক ক্রিকেটারের! ভারত বনাম পাকিস্তান ২০২৫ এশিয়া কাপে দ্বিতীয় দল হিসেবে সুপার ৪-য়ে জায়গা করে নিল পাকিস্তান ক্রিকেট দল। ইতিপূর্বে, টিম ইন্ডিয়া শেষ চারের আসন পাকা করেছিল। ভারতীয় ক্রিকেট দল সবার আগে সুপার ফোর পর্বে নিজেদের নাম লিখিয়েছিল। এবার সুপার ফোরে আরও একবার ভারত-পাকিস্তান (India vs Pakistan) মুখোমুখি খেলতে নামবে। India vs Pakistan Asia Cup 2025: হারল পাকিস্তান, কেঁদে ভাসালেন সমর্থক! ভাইরাল ভিডিও এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ এশিয়া কাপে দুটো গ্রুপ থেকে দুটো করে দল সুপার ৪-য়ে উঠতে পারবে। গ্রুপ এ থেকে ভারত এবং পাকিস্তান আগামী রাউন্ডের যোগ্যতা অর্জন করে ফেলেছে। অন্যদিকে, গ্রুপ বি থেকে এখনও কিছু নিশ্চিত হয়নি। সুপার ফোর রাউন্ডে মোট ৬ ম্য়াচ খেলা হবে। প্রত্যেকটা দলই একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তান আগামী ২১ সেপ্টেম্বর আরও একবার একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ভারতীয় সময় অনুসারে রাত ৮টা থেকে শুরু হবে। India vs Pakistan Handshake Row: 'আমরা তো অপেক্ষাই করছিলাম...', হ্যান্ডশেক করতে না পেরে নাকেকান্না পাকিস্তানের এশিয়া কাপ ২০২৫: সুপার-৪ রাউন্ডের পূর্ণাঙ্গ সূচি ২০ সেপ্টেম্বর : B1 vs B2, দুবাই ২১ সেপ্টেম্বর : ভারত (A1) vs পাকিস্তান ( A2), দুবাই ২৩ সেপ্টেম্বর : পাকিস্তান (A2) vs B1, আবু ধাবি ২৪ সেপ্টেম্বর : ভারত (A1) vs B2, দুবাই ২৫ সেপ্টেম্বর : পাকিস্তান (A2) vs B2, দুবাই ২৬ সেপ্টেম্বর : ভারত (A1) vs B1, দুবাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ২০২৫ এশিয়া কাপের ফাইনাল আগামী ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এশিয়া কাপের ফাইনালে ওঠার জন্য চারটে দলকেই দুর্দান্ত পারফরম্য়ান্স করতে হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 9:00 am

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্তকে সংগঠনের কাজ থেকে সরাল SFI

অভিযুক্ত যুবক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের আর্টস ইউনিটের-সহ সম্পাদক।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 8:55 am

West Bengal News Live Updates: ইলিশপ্রেমীদের মুখে চওড়া হাসি, পুজোয় কলকাতার বাজার ছেয়ে যাবে পদ্মার ইলিশে, দাম কত?

Kolkata News Live updates: দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকারের তরফ থেকে ১২০০ মেট্রিকটন ইলিশ মাছ রপ্তানির অনুমতির দিয়েছে ৩৭ টি সংস্থাকে। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ ই অক্টোবর পর্যন্ত রপ্তানির বরাত দেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্য রাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে এসে পৌঁছায় তিন ট্রাক ইলিশ মাছ ‌।‌ প্রতিটি ট্রাকে ৪ টন করে ইলিশ মাছ আসে। পাশাপাশি একটি ট্রাক বোঝাই এক কিলো থেকে দেড় কিলো ওজনের পদ্মার ইলিশ মাছ বাংলায় এসেছে । আগামীকাল বা পরশু থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে বাংলাদেশের পদ্মার ইলিশ পাওয়া যাবে বলে জানিয়েছে কাস্টম ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্ট ‌। বাজার অনুযায়ী দাম নির্ভর করবে।। ফলে ইলিশপ্রেমীদের মুখে হাসি ফেরার আশা। IMD FORECAST: পুজোর আগে বিরাট দুর্যোগের চূড়ান্ত সতর্কতা, কোন কোন জেলায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা? অন্যদিকে, ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। চলতি বছর বিহারে বিধানসভা নির্বাচন এবং আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বড় নির্দেশ জারি করা হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে ইভিএমে শুধু দলের নাম ও প্রতীকই নয়, প্রার্থীর ছবিও থাকবে। ফলে ভোটাররা আরও নিশ্চিত হতে পারবেন কাকে ভোট দিচ্ছেন। ১৭ সেপ্টেম্বর জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ইভিএমে প্রার্থীর নাম মোটা হরফে লেখা থাকবে এবং প্রার্থীর ছবি থাকবে রঙিন আকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 8:55 am

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়, ধুয়ে গেল গ্রামের একাংশ, নিখোঁজ ৫

পলি ও জলস্রোতে গ্রামের একাধিক বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 8:51 am

Sundarban: জলপথে ঢুকে পড়েছিল এ দেশে, আটক ১৩ জন মৎস্যজীবী-সহ ‘মায়ের দোয়া’ ট্রলার

South 24 Pargana: জানা যাচ্ছে, আটক হওয়া ট্রলারটির নাম 'মায়ের দোয়া'। সেখানে মোট তেরো জন মৎস্যজীবী ছিলেন। সেটিকে প্রথমে নিয়ে আসা হয় সুন্দরবনের ফ্রেজারগঞ্জের উপকূলে। তারপর মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। তেরো জন বাংলাদেশি কি সত্যিই মৎস্যজীবী নাকি অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

টিভি 9 বাংলা 18 Sep 2025 8:49 am

IMD FORECAST: পুজোর আগে বিরাট দুর্যোগের চূড়ান্ত সতর্কতা, কোন কোন জেলায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা?

Kolkata Weather Today: হাতে গোণা আর মাত্র কয়েকটা দিন। তার পরই পুজোর আনন্দে গা ভাসাবে বঙ্গবাসী। ঠিক তার আগে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ফলে পুজোর আগে কেনাকাটায় ভাটা পড়ছে। মাথায় হাত ব্যবসায়ীদের। Sunset Lovers: পুজোয় বেড়াতে যাচ্ছেন? এই ৬ জায়গায় না ঘুরলে আপনার বেড়ানোই বৃথা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনিবার ফের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও আবহাওয়া ক্রমেই খারাপ হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং জেলায় আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ‘কমলা সতর্কতা’ জারি রয়েছে। ওই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও ঝড়বৃষ্টি হতে পারে। এছাড়া ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সারা রাজ্যে বজায় থাকবে ‘হলুদ সতর্কতা’। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। Ajker Rashifal Bengali, 18 September 2025: আজকের রাশিফল! জানুন আপনার দিনের ভবিষ্যদ্বাণী আবহবিদরা জানিয়েছেন, পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশ ও মধ্য অসমের উপরে থাকা দুটি ঘূর্ণাবর্তে জেরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এর জেরেই রাজ্যজুড়ে লাগাতার বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 8:40 am

Asia Cup 2025 |আমিরশাহীকে হারাল পাকিস্তান, সুপার ফোরে ফের ভারতের মুখোমুখি! কবে খেলা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাবতীয় নাটকের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে জয়ী হল পাকিস্তান (Pakistan)। গতকাল দুবাইয়ে দীর্ঘ টালবাহানার পর আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নামে সলমন আলি আঘারা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ৯ উইকেটে ১৪৬ রান তোলে তাঁরা। জবাবে আমিরশাহীর ইনিংস শেষ হয়ে […] The post Asia Cup 2025 | আমিরশাহীকে হারাল পাকিস্তান, সুপার ফোরে ফের ভারতের মুখোমুখি! কবে খেলা? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Sep 2025 8:32 am

Gold Price on 18 September: লক্ষ্মীবারেই সোনা-রুপোর দামে পতন, পুজোর আগে এটাই গহনা কেনার সেরা সময়

Gold Silver Price in Kolkata on 18 September, 2025: অনেকেই চেষ্টা করেন পুজোর সময় একটা সোনার গহনা কেনার। তবে বিগত কয়েক মাস ধরে সোনার দাম যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে সোনা কেনা তো দূর, দোকানের আশেপাশেও যাচ্ছেন না কেউ। রুপোর গহনার দামও হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবারে সামান্য হলেও কমল সোনা ও রুপোর দাম।

টিভি 9 বাংলা 18 Sep 2025 8:26 am

দুর্গাপুজোতে হুলিগানইজম কোন গান উপহার দিল?

“মেলার গান” দিয়ে নজরকাড়ার পর দুর্গাপুজোতে হুলিগানইজম কোন গান উপহার দিল? ফিরে এল তাঁদের দ্বিতীয় গানের ভিডিয়ো নিয়ে। নাম “পুজোর গান”। সদ্য মুক্তি পেয়েছে এই গান। প্রতিরোধ, বিশ্বাস এবং ঐক্যের থিম উদযাপন করে এই গান, যেখানে সংগ্রাম, ভক্তি ও আনন্দের গল্প একসূত্রে গাঁথা। দুর্গাপুজো মানে শুধু উপাসনা নয়, বরং এটি পরিচয়, গর্ব এবং একতার উৎসব, সে বার্তা দিতে চেয়েছে এই গান।

টিভি 9 বাংলা 18 Sep 2025 8:25 am

পরিচালক আরিয়ানের ডেবিউ, সপরিবারে হাজির শাহরুখ

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওটিটি কনটেন্ট মুক্তি পেল।শাহরুখ খান মুম্বইয়ে আয়োজিত ঝলমলে এই ইভেন্টে তাঁর পুরো পরিবার নিয়ে হাজির হন এবং ফোটোগ্রাফারদের সামনে পোজ দেন। আরিয়ানও সেখানে ছিলেন এবং নিজের বাবার ছবি তুলছিলেন ফোটোগ্রাফারদের সঙ্গে।

টিভি 9 বাংলা 18 Sep 2025 7:47 am

Hilsa Fish: ১০ টাকায় ইলিশ! মন জিততে এসে জনতারই রোষের মুখে পড়তে হল, কী হল হঠাৎ?

Hilsa Fish Bangladesh: পদ্মা থেকে উঠেছে প্রচুর ইলিশ। সেই ইলিশ ভারত সহ একাধিক দেশে পাঠানোও হচ্ছে, কিন্তু বাংলাদেশিদের একটা বড় অংশের পাতে এখনও ইলিশের এক টুকরোও পৌঁছয়নি অত্যাধিক চড়া দামের কারণে। যেখানে একটু সস্তায় ইলিশ পেতে মুখিয়ে সবাই, সেই সময় যদি কেউ ঘোষণা করে যে ১০০০ টাকায় নয়, মাত্র ১০ টাকায় ইলিশ দেবেন?

টিভি 9 বাংলা 18 Sep 2025 7:37 am

SIR in Delhi: বাংলার আগেই দিল্লিতে SIR ঘোষণা, কী কী নথি দেখাতে হবে?

Special Intensive Revision: বাংলায় তোড়জোড় শুরু হলেও, আনুষ্ঠানিকভাবে এসআইআরের ঘোষণা এখনও হয়নি। পশ্চিমবঙ্গের আগেই দিল্লিতে ঘোষণা হয়ে গেল এসআইআর। জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জনের কাজ শুরু করছে, এ কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।

টিভি 9 বাংলা 18 Sep 2025 7:08 am

World Bamboo Day: বাঁশের এই ৮টি আশ্চর্যজনক তথ্য জানতেন? শুনলে অবাক হয়ে যান অনেকেই

World Bamboo Day: প্রতিবছর ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস পালন করা হয়। বাঁশের অসংখ্য ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিন উদযাপন করা হয়। বাঁশ শুধুমাত্র একটি উদ্ভিদ নয়—এটি মানুষের দৈনন্দিন জীবন, শিল্প ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। বিশ্ব বাঁশ দিবসের ইতিহাস বিশ্ব বাঁশ দিবস প্রথম উদযাপিত হয় ২০০৯ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেসে। প্রায় ১০০টি দেশের প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন এবং সর্বসম্মতভাবে ১৮ সেপ্টেম্বরকে 'বিশ্ব বাঁশ দিবস' হিসেবে ঘোষণা করা হয়। এর পিছনে উদ্যোগ নিয়েছিলেন বিশ্ব বাঁশ সংস্থার প্রাক্তন সভাপতি কামেশ সালাম। সেই থেকে প্রতিবছর বাঁশের সংরক্ষণ, ব্যবহার ও চাষকে উৎসাহিত করতে দিনটি পালিত হচ্ছে। আরও পড়ুন- পুজোয় বেড়াতে যাচ্ছেন? এই ৬ জায়গায় না ঘুরলে আপনার বেড়ানোই বৃথা! বাঁশ পৃথিবীর অন্যতম দ্রুত বর্ধনশীল উদ্ভিদ। কিছু প্রজাতির বাঁশ মাত্র ২৪ ঘণ্টায় ৩ ফুট পর্যন্ত বাড়তে পারে! এটি মজবুত, নমনীয় এবং পরিবেশবান্ধব। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার মানুষ শত শত বছর ধরে বাঁশকে ব্যবহার করছে। অর্থনৈতিক দিক থেকে বাঁশ অনেক মানুষের জীবিকার উৎস। গ্রামীণ কারিগর, শিল্পী, কৃষক—সবাই বিভিন্নভাবে এর ওপর নির্ভরশীল। পরিবেশগত দিক থেকে বাঁশ প্রাকৃতিকভাবে বাতাস ঠান্ডা করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে। আরও পড়ুন- দুর্গাপুজোর শেষ লগ্নের কাউন্টডাউন শুরু, বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়িয়ে বোঝাল বাঙালি! বাঁশ মজবুত খুঁটি ও কাঠামো তৈরিতে, চেয়ার, টেবিল, বিছানা ইত্যাদি তৈরিতে, বাঁশি, ঢোলের কাঠামো, অন্যান্য লোকসঙ্গীত যন্ত্র তৈরিতে, খড়ি, মাদুর, ঝুড়ি, টুথব্রাশ, টিস্যু, ডিসপোজেবল কাটলারি, স্ট্র, ব্যাগ, কাপড় তৈরিতে কাজে লাগে। বাঁশে ছত্রাকবিরোধী ও জীবাণুনাশক বৈশিষ্ট্য আছে। বাঁশ একটি প্রাকৃতিক এয়ার কন্ডিশনার—এটি আশেপাশের তাপমাত্রা ৮ সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা করতে পারে। আরও পড়ুন- পাশে গুগল, ইচ্ছেমতো ছবি বানিয়ে চমকে দিন! বাঁশের অঙ্কুর খাওয়া যায় এবং এটি এশীয় খাবারের গুরুত্বপূর্ণ অংশ। বাঁশের আঁটসাঁট পোশাক মাথাব্যথা ও টেনশন কমাতে সাহায্য করে। সারা বিশ্বে বাঁশের প্রজাতি রয়েছে ১,৫০০টিরও বেশি। এডিসন প্রথম লাইটবাল্বে কার্বনাইজড বাঁশের ফিলামেন্ট ব্যবহার করেছিলেন। বাঁশ বিভিন্ন আকার ও রঙে পাওয়া যায়। ভূমিকম্পের সময় বাঁশের বাগানকে নিরাপদ স্থান ধরা হয়, কারণ বাঁশ সহজে ভাঙে না। আরও পড়ুন- পুজোর আগেই ব্রণ থেকে ট্যান দূর করুন ঘরোয়া কায়দায়, নজর কাড়বে উজ্জ্বলতা! বাঁশ পৃথিবীর অন্যতম সেরা ইকো-ফ্রেন্ডলি রিসোর্স। এটি প্রচুর অক্সিজেন তৈরি করে, কার্বন শোষণ করে এবং বন উজাড় রোধে সহায়ক। এছাড়া প্লাস্টিকের বিকল্প হিসেবে বাঁশ ব্যবহার করলে পরিবেশ দূষণ কমানো সম্ভব হয়। তাই, বিশ্ব বাঁশ দিবস বাঁশের অপরিসীম গুরুত্ব মনে করিয়ে দেয়। প্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত বাঁশ মানুষের বন্ধু, জীবিকা ও সংস্কৃতির অংশ। পরিবেশবান্ধব ভবিষ্যতের জন্য বাঁশ হতে পারে অন্যতম সমাধান।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 7:00 am

UPI-তে এসেছে নতুন নিয়ম, পুজোর দিনগুলোতে কত টাকা পাঠাতে পারবেন অনলাইনে?

UPI Payment: এবার থেকে এই শ্রেণি অন্তর্ভুক্ত গ্রাহকরা ২৪ ঘণ্টায় ১০ লক্ষ টাকা পর্যন্ত অনলাইন পেমেন্ট করতে পারবেন। ক্যাপিটাল মার্কেট ও ইন্সুরেন্সের ক্ষেত্রে এই সীমা ২ লক্ষ টাকা স্থির করা হয়েছে প্রতি ট্রানজাকশনে। অর্থাৎ প্রতি ট্রানজাকশনে সর্বাধিক ২ লক্ষ টাকাই পাঠাতে পারবেন।

টিভি 9 বাংলা 18 Sep 2025 6:32 am

Rashifal Remedies, 18 September 2025: প্রতিকারে সামলান দুর্ভাগ্য! জানুন আজকের টিপস!

Rashifal Remedies, 18 September 2025: গ্রহ-নক্ষত্রের ফেরে জীবনে হাজারো দুর্ভোগ পোহাতে হয়। সেসব সামলানো সম্ভব। তার জন্য নির্দিষ্ট টিপস মানতে হবে। প্রত্যেক রাশির দৈনিক আলাদা টিপস থাকে। তার মাধ্যমেই দুর্ভোগের প্রতিকার সম্ভব। মেষ/ Aries রাশিফল Rashifal আপনার শুভ সংখ্যা ৩, শুভ রং জাফরান এবং হলুদ। শিবকে ভোগ নিবেদন করলে আপনার প্রেম জীবন উন্নত হবে। আরও পড়ুন- পুজোয় বেড়াতে যাচ্ছেন? এই ৬ জায়গায় না ঘুরলে আপনার বেড়ানোই বৃথা! বৃষ/ Taurus রাশিফল Rashifal আপনার শুভ সংখ্যা ২, শুভ রং রুপোলি এবং সাদা। দরিদ্র মেয়েদের মধ্যে ক্ষীর বিতরণ করলে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আরও পড়ুন- দুর্গাপুজোর শেষ লগ্নের কাউন্টডাউন শুরু, বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়িয়ে বোঝাল বাঙালি! মিথুন/ Gemini রাশিফল Rashifal আপনার শুভ সংখ্যা ৯, শুভ রং লাল এবং মেরুন। পাত্রে কালো এবং সাদা মার্বেল পাথর রাখলে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আরও পড়ুন- পাশে গুগল, ইচ্ছেমতো ছবি বানিয়ে চমকে দিন! কর্কট/ Cancer রাশিফল Rashifal আপনার শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি এবং ধূসর। হলুদের টুকরো, জাফরান, মসুর ডাল বেশি পরিমাণে খেলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আরও পড়ুন- পুজোর আগেই ব্রণ থেকে ট্যান দূর করুন ঘরোয়া কায়দায়, নজর কাড়বে উজ্জ্বলতা! সিংহ/ Leo রাশিফল Rashifal আপনার শুভ সংখ্যা ২, শুভ রং রুপোলি এবং সাদা। যে কোনও ধর্মীয় স্থানে কালো ও সাদা তিল দান করলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। কন্যা/ Virgo রাশিফল Rashifal আপনার শুভ সংখ্যা ১, শুভ রং কমলা এবং সোনালি। পানীয় জলের পাত্র ভরে দরিদ্রদের জন্য রাখলে পারিবারিক জীবনে সমৃদ্ধি আসবে। তুলা/ Libra রাশিফল Rashifal শুভ সংখ্যা ৩, শুভ রং জাফরান এবং হলুদ। পকেটে সবুজ রুমাল রাখা আর্থিক অবস্থার জন্য শুভ। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ। হাসপাতালে অসুস্থদের সাহায্য এবং সেবা করলে আপনার আর্থিক উন্নতি হবে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal শুভ সংখ্যা ২, শুভ রং রুপোলি এবং সাদা। রাহুল মন্ত্র ১১ বার জপ করলে পারিবারিক জীবন উন্নত হবে। মকর/ Capricorn রাশিফল Rashifal শুভ সংখ্যা ২, শুভ রং রুপোলি এবং সাদা। আর্থিক অবস্থার উন্নতির জন্য, আপনার খাবারে কোনও না কোনওভাবে গোলমরিচ ব্যবহার করুন। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal শুভ সংখ্যা ৯, শুভ রং লাল এবং মেরুন। কালো ও সাদা তিল ময়দার সঙ্গে মিশিয়ে মাছকে খাওয়ালে উপকার পাবেন মীন/ Pisces রাশিফল Rashifal শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি। সূর্যনারায়ণের মন্ত্র জপে উপকার পাবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 6:30 am

Ajker Rashifal Bengali, 18 September 2025: আজকের রাশিফল! জানুন আপনার দিনের ভবিষ্যদ্বাণী

Ajker Rashifal Bengali, 18 September 2025: আজকের গ্রহগত অবস্থান বলছে যে বুধ (Mercury) এবং প্লুটো (Pluto)-র সংযোগে অনেক নতুন চিন্তা, ঘটনা এবং অপ্রত্যাশিত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে সব আইডিয়াই ঠিকঠাক নয়। কিছু হবে অমূলক ভাবনা। তাই বুদ্ধি খাটিয়ে বেছে নিতে হবে। এখন দেখে নেওয়া যাক প্রতিটি রাশির জন্য আজকের বিশেষ পূর্বাভাস কী। মেষ/ Aries রাশিফল Rashifal আজ আপনার মূল শক্তি হবে সৃজনশীলতা। অতীতের অভিজ্ঞতা মনে করে কাজ করলে বর্তমান সমস্যার সমাধান সহজ হবে। শিল্প, সংগীত বা লেখালেখির সঙ্গে যুক্ত হলে ভালো ফল পাবেন। আরও পড়ুন- পুজোয় বেড়াতে যাচ্ছেন? এই ৬ জায়গায় না ঘুরলে আপনার বেড়ানোই বৃথা! বৃষ/ Taurus রাশিফল Rashifal বন্ধু বা পরিবারের ইচ্ছা মেনে চলতে হতে পারে। প্রেমে অবাস্তব আশা ত্যাগ করা ভালো। বাস্তববাদী হলে সম্পর্ক আরও মজবুত হবে। আরও পড়ুন- দুর্গাপুজোর শেষ লগ্নের কাউন্টডাউন শুরু, বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়িয়ে বোঝাল বাঙালি! মিথুন/ Gemini রাশিফল Rashifal ঘরোয়া সম্পর্কে মনোযোগ দিন। দোষারোপ না করে ভবিষ্যতের দিকে তাকান। সাহস নিয়ে এগোলে সমস্যার সমাধান হবে। আরও পড়ুন- পাশে গুগল, ইচ্ছেমতো ছবি বানিয়ে চমকে দিন! কর্কট/ Cancer রাশিফল Rashifal আপনি যা করতে চান সেটাই করবেন, এমন জেদ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিলে সম্মান বাড়বে। আরও পড়ুন- পুজোর আগেই ব্রণ থেকে ট্যান দূর করুন ঘরোয়া কায়দায়, নজর কাড়বে উজ্জ্বলতা! সিংহ/ Leo রাশিফল Rashifal আজ পরিবারের জন্য সময় দিন। তাদের সমস্যায় পাশে দাঁড়ান। সন্দেহ প্রকাশ না করে সহানুভূতিশীল হোন। কন্যা/ Virgo রাশিফল Rashifal কিছুটা সময় অপেক্ষা করুন। ভাগ্য শীঘ্রই ঘুরে দাঁড়াবে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্ব দিন এবং আত্মবিশ্বাস বাড়ান। তুলা/ Libra রাশিফল Rashifal আপনি প্রায়শই নিজেকে অবমূল্যায়িত ভাবেন। আজ সঠিক সময় নিজের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করার। সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ হবে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal এখনও নিয়ন্ত্রণ আপনার হাতে। তবে নিজের স্বার্থের পাশাপাশি অন্যদেরও খেয়াল রাখলে ভবিষ্যতে তারা আপনাকেই সাহায্য করবে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal কোনও ভুল বোঝাবুঝি কাটবে। তবে বাস্তবতাকে বুঝতে হবে। অতিরিক্ত কল্পনা নয়, বাস্তববাদী মনোভাব আপনাকে এগিয়ে নেবে। মকর/ Capricorn রাশিফল Rashifal সহযোগিতা ছাড়া কাজ সম্ভব নয়। অফিস বা ব্যবসায় পুরনো অভিজ্ঞতার প্রভাব আজও চলবে। নমনীয় হলে লাভবান হবেন। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal আপনার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আছে। আজ সেটিকে কাজে লাগানোর সঠিক সময়। সঠিক পদক্ষেপ নিলে খ্যাতি ও সাফল্য আসবে। মীন/ Pisces রাশিফল Rashifal স্বপ্ন ভালো, কিন্তু বাস্তবকে ভুলে যাবেন না। সবসময় ভাববেন না যে অন্য জায়গায় ঘাস সবুজ। বর্তমানেই আনন্দ খুঁজুন। আজকের রাশিফল আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে গ্রহ-নক্ষত্রের প্রভাব থাকতে পারে, তবে শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্তই আমাদের ভাগ্য নির্ধারণ করে। প্রতিদিনের রাশিফল থেকে অনুপ্রেরণা নিন, তবে বাস্তব বুদ্ধি ব্যবহার করতে ভুলবেন না।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Sep 2025 6:00 am

New Woodburn Ward: SSKM-এ ৬৭ কোটির বিরাট বিপ্লব! অসুস্থ হলে কীভাবে থাকবেন রাজার হালে?

SSKM New Woodburn Ward: উডবার্ন নিয়ে বড় ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হচ্ছে উডবার্ন ২। ঝাঁ চকচকে পরিষেবা পাবেন বেসরকারি হাসপাতালের মতো। মানে এখানে একটি সিঙ্গেল কেবিনের ভাড়া মাত্র ৫,০০০ টাকা, যেখানে অন্য কোথাও একই মানের কেবিনের জন্য প্রায় ১৫,০০০ টাকা খরচ হতে পারে।

টিভি 9 বাংলা 18 Sep 2025 12:59 am

Asia cup 2025 UAE VS PAK Match Result: নাটক শেষে নার্ভাস জয়, সুপার ফোরে পাকিস্তান

Asia cup 2025 UAE VS PAK Match Highlights: ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টেরও অপসারণ চেয়ে আইসিসিকে মেইল করেছিল পাকিস্তান বোর্ড। দু-বার এমন আবদার করলেও শোনেনি আইসিসি। এ দিন এক ঘণ্টা দেরিতে মাঠে পৌঁছয় পাকিস্তান ক্রিকেট টিম। অবশেষে আরব আমির শাহির বিরুদ্ধে নার্ভাস জয়। সুপার ফোরেও জায়গা করে নিল পাকিস্তান।

টিভি 9 বাংলা 18 Sep 2025 12:58 am

দিনভর নাটকের পর জয়ের হাসি, ‘বয়কট’ভুলে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান

লড়াই করেও এবারের মতো এশিয়া কাপ থেকে বিদায় নিল আমিরশাহী।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 12:40 am

বয়কটের সিদ্ধান্ত থেকে ‘ডিগবাজি’খেয়ে কেন মাঠে নামল পাকিস্তান? সাফাই PCB প্রধানের

এক ঘণ্টা দেরিতে এসে এশিয়া কাপের ম্যাচ খেলতে নেমেছেন শাহিন আফ্রিদিরা।

সংবাদপ্রতিদিন 18 Sep 2025 12:06 am

ম্যাচ রেফারির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ! পিসিবিকে তুলোধোনা করে ‘পত্রবোমা’আইসিসির

৬ দফা বিশ্লেষণ করে চিঠি দিয়েছে জয় শাহর আইসিসি।

সংবাদপ্রতিদিন 17 Sep 2025 11:50 pm

Chicken Curry |পুজোয় বানান ‘স্পেশ্যাল’ ফিলিপিনি চিকেন কারি, কীভাবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুজো মানেই দিনভর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো। সারা দিন ঘোরাঘুরির পর অনেকেই আছেন যাঁরা বাইরে খেতে পছন্দ করেন না। তখন বাড়িতে এসে খাওয়া ছাড়া আর উপায় থাকে না। পুজোর কদিন বাড়িতে আবার ভালোমন্দ না রাঁধলেও হয় না। চটজলদি আর অল্প উপকরণেই বানিয়ে ফেলা যায় রকমারি পদ। পুজোর ভোজের মেনুতে রাখতে পারেন […] The post Chicken Curry | পুজোয় বানান ‘স্পেশ্যাল’ ফিলিপিনি চিকেন কারি, কীভাবে? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Sep 2025 11:22 pm

আইএসএলের আগে বড় চমক, ইস্টবেঙ্গলে সই করলেন লা লিগায় খেলা জাপানি স্ট্রাইকার!

সবমিলিয়ে ১১০টির বেশি গোল করেছেন ইস্টবেঙ্গলের নয়া সদস্য।

সংবাদপ্রতিদিন 17 Sep 2025 11:20 pm

Beauty tips |ঠোঁট কালো হয়ে যাচ্ছে? রোজ রাতে এই ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখুন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঠোঁট কালো হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? আপনার পছন্দের লিপস্টিক লাগিয়েও আগের মতো রং ফুটছে না? এমন সমস্যায় অনেকেই পড়েন। দুশ্চিন্তা না করে এবার ঘরোয়া সমাধানে ভরসা রাখুন রোজ রাতে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলে রয়েছে প্রচুর ঔষধি গুণ। এটি শুধু ত্বকের(Beauty tips) যত্নেই নয়, অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের জন্যও […] The post Beauty tips | ঠোঁট কালো হয়ে যাচ্ছে? রোজ রাতে এই ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখুন appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Sep 2025 11:11 pm

Joint military Station: তৈরি হবে তিনটি জয়েন্ট মিলিটারি স্টেশন, ফোর্ট উইলিয়ামে যৌথ সেনা সম্মেলনে হয়ে গেল বড় সিদ্ধান্ত

Joint military Station: ওয়াকিবহাল মহলের মত, এক জায়গায় থেকে যেকোন অপারেশনের কার্যকলাপ শুরু করলে, তা যেকোনো পরিস্থিতিতে সাফল্য এনে দিতে পারে। সেই কারণেই এই প্রথম ভারতের জয়েন্ট মিলিটারি স্টেশন তৈরি করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক।

টিভি 9 বাংলা 17 Sep 2025 11:07 pm

Durga Puja 2025: দুর্গাপুজোয় মেট্রো চেপে ঠাকুর দেখার প্ল্যান? এই কার্ড থাকলেই আনলিমিটেড যাতায়াত

Kolkata Metro: পুজোর দশদিন আগেই ভিড় যে ক্রমশ বাড়ছে তা মেট্রোর পরিসংখ্যানেই স্পষ্ট। ১৫ সেপ্টেম্বরের তথ্য বলছে ওই দিন মেট্রোয় সফর করেছেন ৭.৮৩ লক্ষ যাত্রী। ১৪ তারিখ রবিবার মেট্রো চড়েছেন ৩.৯ লক্ষ যাত্রী। ওইদিন সিংহভাগ অফিস বন্ধ থাকে বলে ভিড় কিছুটা কম হয়েছে বলেই মনে করা হচ্ছে।

টিভি 9 বাংলা 17 Sep 2025 10:39 pm

Panipuri: ফুচকা খেয়ে যে এই হবে ভাবতে পারেনি কেউ! সকাল থেকেই বেহাল একের পর এক গ্রাম

Paschim Medinipur: এলাকার বাসিন্দা রঞ্জন রায় বলছেন, “যতজন খেয়েছিল সবার এমন হয়েছে। আমার দুটো ছেলেরই একই অবস্থা। আমাদের গ্রামে যাঁরা যাঁরা ওই স্টলের ফুচকা খেয়েছিল তাঁদের সকলের হয়েছে। আশপাশের দু’টো গ্রামেরও একই অবস্থা।”

টিভি 9 বাংলা 17 Sep 2025 10:39 pm

Siliguri |ওষুধ বিক্রি নিয়ে হাতাহাতি ব্যবসায়ীদের! ধুন্ধুমার কাণ্ড শিলিগুড়িতে

শিলিগুড়ি: একটি নির্দিষ্ট খুচরো ওষুধ বিক্রেতা সংস্থার (Retail drug company) কাছে পাইকারি ব্যবসায়ীরা (Wholesalers) ওষুধ বিক্রি করতে না চাওয়ার ঘটনাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড শিলিগুড়ির ক্ষুদিরামপল্লিতে (Siliguri)। ওই খুচরো ওষুধ বিক্রেতা সংস্থার কর্মীদের সঙ্গে পাইকারি ব্যবসায়ীদের একাংশ রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এলাকায় তুমুল উত্তেজনা ছড়াতেই ক্ষুদিরামপল্লির ব্যবসায়ীরা সমস্ত দোকান বন্ধ করে দেন। এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে […] The post Siliguri | ওষুধ বিক্রি নিয়ে হাতাহাতি ব্যবসায়ীদের! ধুন্ধুমার কাণ্ড শিলিগুড়িতে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Sep 2025 10:04 pm

IND-W vs AUS-W: ইতিহাস গড়ল ভারতের মেয়েরা, অজিদের বিরুদ্ধে সবথেকে বড় ব্যবধানে জয়! মেহফিল লুটলেন স্মৃতি-ক্রান্তি

Indian Women Cricket Team: হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল অবিশ্বাস্য সাফল্য অর্জন করল। অস্ট্রেলিয়ার (IND W vs AUS W) বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে তারা সবথেকে বড় ব্যবধানে জয়লভ করেছে। মুল্লানপুরে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া ১০২ রানের বড় ব্যবধানে জয়লাভ করেছে। প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ২৯২ রান করেছিল। এই টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা মাত্র ১৯০ রানে অলআউট হয়ে যায়। Smriti Mandhana Record: যা কেউ পারেনি, সেটাই করলেন স্মৃতি! বিশ্বকাপের আগেই সেঞ্চুরি হাঁকিয়ে গড়লেন বিরল রেকর্ড অলরাউন্ড পারফরম্য়ান্স ভারতের ওয়ানডে ক্রিকেটে রানের বিচারে এটা অস্ট্রেলিয়া মহিলা দলের সবথেকে বড় ব্যবধানে পরাজয়। এই ম্য়াচে ব্যাট করতে নেমে দুর্দান্ত শতরান করলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। পাশাপাশি বল হাতে আগুন ঝরালেন ক্রান্তি গৌড়। তিনি একাই তিনটে উইকেট শিকার করলেন। প্রসঙ্গত, ওয়ানডে ক্রিকেটে গত চার বছরে ভারতীয় মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রথমবার জয়লাভ করল। IND W vs ENG W: ডুবে গেল ব্রিটিশ সূর্য, ইংল্যান্ডে ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয় ভারতীয় ক্রিকেট দলের ২৯৩ রান তাড়া করতে নেমে শুরুটা বেশ খারাপই করে অস্ট্রেলিয়া। রানের খাতাই খুলতে পারলেন না জর্জিয়া ভোল। শূন্য রানে তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন। অ্যালিসা হিলিও ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারেননি। মাত্র ৯ রান করে তিনিও আউট হয়ে যান। এরপর তৃতীয় উইকেটে বেথ মুনি এবং এলিস পেরির মধ্যে একটা অর্ধ শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। তাঁরা দুজনেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হাল ধরার চেষ্টা করেছিলেন। IND W vs ENG W 1st ODI: ব্রিটিশভূমে উড়ল ভারতের বিজয়কেতন, দেশের মেয়েরাই সিধে করল ইংরেজদের যদিও ১৮ রান করতে না করতেই স্নেহ রানার ঘূর্ণিতে পরাস্ত হলেন মুনি। তবে পেরি কিন্তু ৬১ বলে ৪৪ রান করলেন। অবশেষে রাধা যাদব তাঁর উইকেট শিকার করেন। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৪০.৫ ওভারের মধ্যেই গোটা দল ১৯০ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলের হয়ে ক্রান্তি গৌড় ৯.৫ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। অন্যদিকে, জোড়া উইকেট শিকার করেছেন দীপ্তি শর্মা।

ইন্ডিয়ান এক্সপ্রেস 17 Sep 2025 10:01 pm

‘নার্সারির বাচ্চারাও এমন করে না’, পাকিস্তানের বয়কট নাটক নিয়ে কটাক্ষ প্রাক্তন ক্রিকেটারের

নেটদুনিয়ায় রীতিমতো হাসির খোরাক পাকিস্তান।

সংবাদপ্রতিদিন 17 Sep 2025 9:59 pm

Durga Puja 2025 |সাত চক্রে শক্তির আরাধনা 

অনীক চৌধুরী, জলপাইগুড়ি: মানব দেহের সাতটি চক্রের কথা জানেন? এই চক্রগুলির কী গুরুত্ব তা হয়তো অনেকে জানেন না (Durga Puja 2025)। তবে এবার এই সাতটি চক্রের ভূমিকা নিজেদের পুজোমণ্ডপে তুলে ধরবে আসাম মোড় রিক্রিয়েশন ক্লাব পরিচালিত আসাম মোড় তারাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি। শহরের থিমপুজোগুলির মধ্যে অন্যতম এই ক্লাবের পুজো। প্রতিবছর তাঁরা দর্শনার্থীদের নতুন কিছু উপহার […] The post Durga Puja 2025 | সাত চক্রে শক্তির আরাধনা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Sep 2025 9:54 pm

Durga Puja 2025 |লাটাগুড়িতে কেদারনাথ

শুভদীপ শর্মা, লাটাগুড়ি: পুজোয় এবার যাঁরা গরুমারায় বেড়াতে আসার পরিকল্পনা করছেন, সেই পর্যটকদের জন্য এবছর বাড়তি আকর্ষণ হতে চলেছে লাটাগুড়ির পোস্ট অফিসপাড়া প্রান্তিক সংঘের দুর্গাপুজো (Durga Puja 2025)। ক্রান্তি ব্লকের অন্যতম সেরা পুজো হিসেবে পরিচিত এই দুর্গোৎসব এবার ৭৮তম বছরে পদার্পণ করল। প্রতিবছর অভিনব থিমের জন্য চর্চায় থাকে ওই পুজো কমিটি। এবছর তারা দর্শনার্থীদের উপহার […] The post Durga Puja 2025 | লাটাগুড়িতে কেদারনাথ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Sep 2025 9:51 pm

Durga Puja 2025 |থিমে ‘সাম্প্রদায়িক মেলবন্ধন’

কৌশিক দাস, ক্রান্তি: ক্রান্তি ব্লকের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পল্লি উন্নয়ন সংঘের পুজো এবার ৫২তম বর্ষে পা দিল (Durga Puja 2025)। ক্রান্তির ধনতলার এই পুজো ব্লকের অন্যতম আকর্ষণ। তাদের পুজোর বাজেট প্রায় ৭ লক্ষ টাকা। কয়েকবছর ধরে তারা বিগ বাজেটের পুজো করে আসছে। এবছর তাদের পুজোর থিম সাম্প্রদায়িক মেলবন্ধন। উত্তর ভারতের একটি মন্দিরের আদলে প্যান্ডেল […] The post Durga Puja 2025 | থিমে ‘সাম্প্রদায়িক মেলবন্ধন’ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Sep 2025 9:49 pm

হ্যান্ডশেক বিতর্কের মাঝে এক মাঠে অনুশীলনে সূর্য-শাহিনরা, পাক নেট বোলারে জারি নিষেধাজ্ঞা!

২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে যাওয়া ভারতীয় দলের নেট বোলার ছিলেন পাক পেসার হ্যারিস রউফ।

সংবাদপ্রতিদিন 17 Sep 2025 9:48 pm

বিহারের পর দিল্লিতে শুরু SIR প্রক্রিয়া! ২০০২ তালিকায় ভোটারদের নাম খোঁজার নির্দেশ কমিশনের

দিল্লির সিইও-র ওয়েবসাইটে ২০০২ সালের ভোটার তালিকার কপি আপলোড করা হয়েছে।

সংবাদপ্রতিদিন 17 Sep 2025 9:45 pm

CIA-র চরবৃত্তির হাতিয়ার Compact Makeup? দেখতে সাদামাটা, কিন্তু কাজ জানলে চমকে উঠবেন!

ঠাণ্ডা যুদ্ধের আমল থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এমন কিছু জিনিস ব্যবহার করে, যা সাধারণের নজর এড়িয়ে যায়। কিন্তু আসলে সেই সব জিনিস ব্যবহার করা হত জাতীয় নিরাপত্তার স্বার্থে। প্রকাশ্যে এল এমন এক তথ্য, যা এর আগে কেউ জানত না!

টিভি 9 বাংলা 17 Sep 2025 9:44 pm

পোলাও-পাতুরি, মাটন থেকে শেষপাতের রসনা! পুজোয় তৃপ্তির ঢেকুর তোলার একগুচ্ছ রেসিপি

পুজোর প্রাক্কালে এবছরের বাছাই করা সেরা রেসিপিগুলি রইল। ষষ্ঠী টু দশমী জমিয়ে হোক উদরপূর্তি!

সংবাদপ্রতিদিন 17 Sep 2025 9:40 pm

Bahrampur |ছেলের সামনেই স্ত্রী’কে কুপিয়ে খুন! যাবজ্জীবন সাজা স্বামীর

বহরমপুর : স্ত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় যাবজ্জীবন স্বামীকে কারাদণ্ডের নির্দেশ দিল লালবাগ(Bahrampur) আদালত। জানা গেছে, ৯ বছর আগে ধৃত মোশারফ হোসেনের সঙ্গে বিয়ে হয় কারেমা বিবির। তাঁদের একটি পুত্র ও কন্যা সন্তানও রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহের জেরে ২০২২ সালে ভাড়াটে দুষ্কৃতীদের সাহায্য নিয়ে খুন করা হয় কারেমা বিবিকে। ঘটনার প্রত্যক্ষদর্শী মৃতার ছেলে আব্দুল […] The post Bahrampur | ছেলের সামনেই স্ত্রী’কে কুপিয়ে খুন! যাবজ্জীবন সাজা স্বামীর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Sep 2025 9:30 pm

Kranti |ফের জলবন্দি দুই গ্রাম, বাড়ি ছেড়ে তিস্তার বাঁধে আশ্রয় অধিকাংশ গ্রামবাসীর   

শুভদীপ শর্মা, ক্রান্তি: পাহাড়ে বৃষ্টির জেরে শনিবার থেকে ক্রান্তি ব্লকের (Kranti) চাঁপাডাঙ্গা ও চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সোমবার সকালে বৃষ্টি কিছুটা কমায় পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়। সোমবার রাতে ফের পাহাড়ে ভারী বৃষ্টির জেরে এই দুই পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বর্তমানে গোটা ব্লকের প্রায় ৬০০ জনের বেশি গ্রামবাসী জলবন্দি। গ্রামের মধ্যে […] The post Kranti | ফের জলবন্দি দুই গ্রাম, বাড়ি ছেড়ে তিস্তার বাঁধে আশ্রয় অধিকাংশ গ্রামবাসীর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Sep 2025 9:26 pm

Smriti Mandhana: স্মৃতির বিধ্বংসী সেঞ্চুরি, ১০২ রানের জয়ে সমতা ফেরাল ভারত

ICC Women’s ODI World Cup: প্রথম ম্যাচে ২৮০ প্লাস স্কোর গড়লেও জঘন্য ফিল্ডিংয়ে ডিফেন্ড করতে পারেনি ভারতীয় দল। তবে দ্বিতীয় ওয়ান ডে-তে রেকর্ড স্কোর গড়াই শুধু নয়, অনবদ্য বোলিং ফিল্ডিংও। এই ম্যাচ স্মৃতি মান্ধানার জন্য আরও স্পেশাল হয়ে থাকল।

টিভি 9 বাংলা 17 Sep 2025 9:25 pm

Supreme court |ধর্মান্তরণ বিরোধী আইনের বৈধতার প্রশ্নে সুপ্রিম নোটিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ধর্মান্তরণ-বিরোধী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক মামলায় মঙ্গলবার সমস্ত রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট(Supreme court)। চার সপ্তাহের মধ্যে রাজ্যগুলিকে এই বিষয়ে লিখিত জবাব দিতে হবে। মামলাকারীদের দাবি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড ও কর্ণাটকে চালু এই আইনগুলি ব্যবহার করে আন্তঃধর্মীয় দম্পতিদের হয়রানি করা হচ্ছে এবং ধর্মীয় স্বাধীনতায় বাধা […] The post Supreme court | ধর্মান্তরণ বিরোধী আইনের বৈধতার প্রশ্নে সুপ্রিম নোটিশ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Sep 2025 9:24 pm

Malda |পুজোয় হিমঘরের পদ্মে ভরসা মালদার

হরষিত সিংহ, মালদা: হিমঘরে মজুত পদ্ম ভরসা। ক্রমশ জেলায় কমছে পদ্মের চাষ। কিন্তু পুজোর মরশুমে প্রায় প্রতি বছর চাহিদা বাড়ছে পদ্ম ফুলের। জোগান দিতে ব্যবসায়ীরা ঝাড়খণ্ড থেকে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদ্ম সংগ্রহ করে মালদার (Malda) হিমঘরে মজুত করছেন। পুজোয় জেলায় পদ্মের ঘাটতি মেটাবে হিমঘরে মজুত করে রাখা পদ্মফুল। পুজোর প্রায় এক মাস আগে থেকে […] The post Malda | পুজোয় হিমঘরের পদ্মে ভরসা মালদার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Sep 2025 9:22 pm

পাকিস্তানের সঙ্গে ‘নো- হ্যান্ডশেক’, কোনও খেলাই জীবনের জ্বলন থেকে দূরে নয়

ক্রিকেটই-বা কেন ব্যতিক্রম হবে!

সংবাদপ্রতিদিন 17 Sep 2025 9:18 pm

Kaliyaganj |ভুয়ো অ্যাকাউন্ট খুলে ভাতার টাকা লোপাট

বিশ্বজিৎ সরকার, কালিয়াগঞ্জ: গ্রাহকদের অজান্তে বিভিন্ন ব্যাংকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কয়েক লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসপি)-গুলি থেকেই এই প্রতারণার জাল ছড়ানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্রকুমার […] The post Kaliyaganj | ভুয়ো অ্যাকাউন্ট খুলে ভাতার টাকা লোপাট appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Sep 2025 9:16 pm

Raiganj Medical |ট্রলি ঠেলছেন রোগীর আত্মীয়রা, রায়গঞ্জ মেডিকেলে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতিতে ভোগান্তি

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের (Raiganj Medical) অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির জেরে ভেঙে পড়েছে চিকিৎসা পরিষেবা। রোগীর ট্রলি ঠেলতে হচ্ছে পরিজনদেরকেই। মাসের ১৬ তারিখ পার হলেও বেতন না পাওয়ায় সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। তার সঙ্গে পুজোর আগমুহূর্তেও বোনাস না মেলায় ক্ষোভ আরও তীব্র হয়েছে। নিরাপত্তারক্ষী, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, […] The post Raiganj Medical | ট্রলি ঠেলছেন রোগীর আত্মীয়রা, রায়গঞ্জ মেডিকেলে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতিতে ভোগান্তি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Sep 2025 9:13 pm

পুজোয় এবার চমক আটার দুর্গা, অভিনব উদ্যোগে শামিল অভিনেত্রী প্রিয়াঙ্কা

আটার দুর্গা তৈরির অনুষ্ঠানে প্রথমদিন অংশ নিয়ে আপ্লুত অভিনেত্রী।

সংবাদপ্রতিদিন 17 Sep 2025 9:12 pm

Hemtabad |শিক্ষা প্রতিমন্ত্রীর গ্রামে নেই গার্লস স্কুল

দীপঙ্কর মিত্র, হেমতাবাদ: তিনি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী, কিন্তু তাঁর গ্রামেই নেই কোনও গার্লস হাইস্কুল। এমন স্কুল নেই পাশের গ্রামেও। এলাকায় মেয়েদের পড়াশোনার সুযোগ বলতে সেবাগ্রাম হাইস্কুল। তবে কোএড স্কুলটি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে অভিভাবকদের। ফলে স্থানীয় এলাকার মেয়েদের ছুটতে হয় মহারাজা গার্লস হাইস্কুলে। যার দূরত্ব ৫-৭ কিলোমিটার। কিন্তু এই পথে কোনও সরকারি বাস না চলায়, […] The post Hemtabad | শিক্ষা প্রতিমন্ত্রীর গ্রামে নেই গার্লস স্কুল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 17 Sep 2025 9:10 pm

তিন বছর পর শ্রীলঙ্কার প্রতি দরাজহস্ত চিন! পরিকাঠামো উন্নয়নে ৪ হাজার কোটি ঋণ দিল বেজিং

শ্রীলঙ্কার চিন নির্ভরতায় নয়াদিল্লি চাপে পড়বে?

সংবাদপ্রতিদিন 17 Sep 2025 9:08 pm

যত খুশি যাতায়াত করুন! পুজোয় টুরিস্ট স্মার্ট কার্ড দেবে কলকাতা মেট্রো, দাম জানেন?

ভিড় নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণ পরিবহণ কলকাতা মেট্রোও।

সংবাদপ্রতিদিন 17 Sep 2025 9:04 pm