Ajker Rashifal Bengali, 23 November 2025: কেমন কাটবে আজ আপনার দিন? পড়ুন রাশিফল!
Ajker Rashifal Bengali, 23 November 2025: আজ রবিবার, ২৩ নভেম্বর ২০২৫। আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ পাশ্চাত্য মতে আজকের রাশি ধনু। আজ যাদের জন্মদিন, তাদের ওপর বুধ ও বৃহস্পতির প্রভাব প্রবল থাকে। জন্মতারিখ ২৩ হওয়ার কারণে বুধের প্রভাব আরও বৃদ্ধি পায়। তাই জীবনে যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের সাফল্যের প্রধান চাবিকাঠি হয়ে ওঠে। আপনার শুভ সংখ্যা ৫, ১৪ এবং ২৩—এবং শুভ গ্রহ বুধ ও বৃহস্পতি। আজকের দিনের শুভ রং হলুদ ও সবুজ; এই রঙের পোশাক আজ সৌভাগ্য বাড়াতে পারে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতক-জাতিকারা ভাগ্য উন্নতির জন্য বিদেশে যেতে পারেন। কর্মক্ষেত্রে বিদেশ যোগাযোগে অগ্রগতি আশা করা যায়। ধর্মীয় মনোভাব বৃদ্ধি এবং আধ্যাত্মিক কাজে মনোযোগ আজ আপনাকে মানসিক শান্তি দেবে। আর্থিক দিকও আজ ধীরে ধীরে সুসংহত হবে। আরও পড়ুন- ২০২৫ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত নতুন শব্দগুলো কী? বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির আজ কিছুটা আর্থিক চাপের দিন। ব্যবসায়িক প্রয়োজনে ঋণ নিতে হতে পারে, তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকাই ভালো। পাওনাদারের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে শান্তভাব বজায় রাখা প্রয়োজন। দূরে কোথাও যাত্রা করলে সতর্ক থাকা জরুরি, কারণ ভ্রমণে সামান্য অসুবিধা দেখা দিতে পারে। আরও পড়ুন- মিস ইউনিভার্স ফাতিমা বশের ছোটবেলার গল্প, শুনলে চোখে জল আসতে বাধ্য! মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতকদের আজ দাম্পত্য জীবনে সুখ বাড়বে। জীবনের সঙ্গীর সহযোগিতা আজ আপনার কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে। অংশীদারিত্বের ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল। নতুন কাজ শুরু করতে চাইলে আজ মন ভালো রাখুন এবং সহযোগীদের ওপর ভরসা রাখুন। মানসিকভাবে আজ আপনি অনেকটাই নিশ্চিত থাকতে পারবেন। আরও পড়ুন- বাজার থেকে গাজর কিনতে ভুলবেন না, মিষ্টি নাকি তেতো বুঝবেন কীভাবে? কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতক-জাতিকারা আজ সহকর্মী ও অধীনস্ত কর্মীদের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে কিন্তু সেই সঙ্গে উন্নতির সম্ভাবনাও তৈরি হবে। গৃহস্থালি কাজের জন্য নতুন সাহায্যকারী বা কর্মচারী যুক্ত হতে পারে। দিনের শেষে পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। আরও পড়ুন- মাঝে মধ্যে, বিশেষ অনুষ্ঠানে সিগারেট খান! জানেন আপনার কী হতে পারে? সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির আজ প্রেম এবং সৃজনশীলতার দিন। যাঁদের প্রেমের সম্পর্কে সমস্যা ছিল, তাঁরা নতুন করে সম্পর্ক গড়ার সুযোগ পাবেন। সন্তানের পড়াশোনা বা পরীক্ষার বিষয় নিয়ে আপনি ব্যস্ত থাকতে পারেন। যাঁরা শিল্পী, সংগীতশিল্পী বা সৃজনশীল কাজে যুক্ত, তাঁদের জন্য আজ অত্যন্ত লাভজনক দিন। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের পারিবারিক আশা-আকাঙ্ক্ষা আজ পূরণ হতে পারে। স্থাবর সম্পত্তি বা জমি-বাড়ি সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। প্রিয় আত্মীয়দের আগমন গৃহে আনন্দ বাড়াবে। যানবাহন ক্রয়-বিক্রয়ের ভাবনা থাকলে আজকের দিনকে কাজে লাগানো যেতে পারে। অর্থ ব্যয় থাকলেও লাভের সম্ভাবনাও রয়েছে। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির আজ বৈদেশিক যোগাযোগে সাফল্য বাড়বে। ব্যবসায় মধ্যস্থতার কাজ করলে ভালো রোজগার হতে পারে। গৃহস্থালি জীবনে ছোট ভাই-বোনের সাহায্য আপনাকে আনন্দ দেবে। কাজের চাপ থাকলেও দিনের শেষে আপনি ইতিবাচক ফল পাবেন। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির আজ বড় ধরনের আর্থিক উন্নতির সম্ভাবনা। নতুন ব্যবসায় লাভ হবে এবং পুরনো পাওনা আদায় হতে পারে। পারিবারিক কাজে আত্মীয়-স্বজনের সাহায্য মিলবে। কাজের জায়গায় আপনার দক্ষতার প্রশংসা বাড়বে। বিনিয়োগ করার চিন্তা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির আজ কর্মক্ষেত্রে উন্নতির দিন। চাকরিজীবীরা আজ পদোন্নতি বা প্রশংসা পেতে পারেন। গৃহস্থালি পরিবেশ ভালো থাকবে এবং নতুন কাজ শুরু করলে সাফল্য আসবে। ব্যবসায়ীরাও আজ লাভবান হবেন। রাশিফল অনুযায়ী আজ ধনুরাশির জন্মদিন হওয়ায় আত্মবিশ্বাস এবং কর্মশক্তি বাড়বে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের আজ দূরে যাত্রার সম্ভাবনা আছে। আর যাঁরা ট্রাভেল ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক। প্রবাসীদের জন্যও আজকের দিন বিশেষ সাফল্য বয়ে আনতে পারে। তবে পারিবারিক ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির আজ বকেয়া বিল বা বেতন পাওয়ার সম্ভাবনা প্রবল। চাকরি অথবা ব্যবসা—উভয়ক্ষেত্রেই অগ্রগতি আসবে। বড় ভাই-বোনের আগমনে গৃহে আনন্দ বাড়াবে। নিজের দক্ষতাকে আরও বাড়িয়ে কাজে মন দিন। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির আজ কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের ইঙ্গিত রয়েছে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে এবং পদোন্নতির সুযোগও আসতে পারে। চাকরি খুঁজছেন, এমন যুবকদের আজ পরীক্ষায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল। দিনের শেষভাগে মানসিক শান্তি ফিরবে। দিনের শুভ সময় ৯টা ৪৫ থেকে শুরু হবে। দুপুর ও সন্ধ্যার বিভিন্ন সময় ভাগ্যোন্নতিকর। আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে, যা মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। সন্ধ্যা ৫টা ২৪ পর্যন্ত ৩য় তিথি চলবে, এরপর শুরু হবে ৪র্থী তিথি, যা নতুন কাজ শুরু করার জন্য শুভ।
এ কী কাণ্ড! ‘ছেলে’ আছে অথচ জানেই না ‘মা’
SIR in Bengal: বাবা-মা বলে যাঁদের পরিচয় দেওয়া হয়েছে, তাঁরা নিজেরাই এ ব্যাপারে কিছুই জানেন না! এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়েই বিষয়টি সামনে আসে। অনুপ্রবেশ? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ?
ভিক্ষুকের জরাজীর্ণ ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা! চাঞ্চল্য মুর্শিদাবাদের সালারে
কীভাবে আসল এত টাকা?
রোগীর বিছানায় শুয়ে পথকুকুর! বিজেপিশাসিত মধ্যপ্রদেশে প্রশ্নের মুখে হাসপাতালের পরিষেবা
ঘটনার পর এক সাফাইকর্মীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
২৩ নভেম্বর রাশিফল: রবিবারে বুঝেশুনে খরচ করুন, তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না
জেনে নিন আজকের রাশিফল।
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
কেমন কাটবে আপনার রবিবার? জেনে নিন রাশিফল
Horoscope Today on November 23 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
Berhampore |সান্ধ্যকালীন ঝটিকা সফরে মুর্শিদাবাদে ঝড় তুললেন শুভেন্দু! উপস্থিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বহরমপুরঃ সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই শনিবার সান্ধ্যকালীন ঝটিকা সফরে মুর্শিদাবাদে একাধিক জায়গায় হাজির হয়ে কার্যত ‘ঝড়’ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বড়ঞার সভামঞ্চ থেকেই শাসক দলকে কড়া সুরে আক্রমণ করে আগামীতে তৃণমূলকে হারানোর ‘ডাক’ দিলেন তিনি। এদিনের সভামঞ্চে শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বহরমপুর সাংগঠনিক জেলা […] The post Berhampore | সান্ধ্যকালীন ঝটিকা সফরে মুর্শিদাবাদে ঝড় তুললেন শুভেন্দু! উপস্থিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় appeared first on Uttarbanga Sambad .
SIR in Bengal: দশজন ব্যক্তির বাবা এক! SIR-এ নাম তুলতে শুরু বিরাট ‘চক্র’
West Bengal Voter Roll Revision: এক্ষেত্রে সে চার-পাঁচজন ব্য়ক্তির সঙ্গে ২০০২ সালের তালিকায় নাম থাকা ব্যক্তির সরাসরি সম্পর্ক রয়েছে এমনটাও নয়। স্বপন মণ্ডলের কথায়, 'বিএলও-দের উপর রীতিমতো চাপ তৈরি করা হচ্ছে। যাতে তাঁরা ওই ভাবেই ফর্মটা পূরণ করেন। তাঁরা ভয়ে মুখ খুলতে পারছেন না। কিন্তু এরকমটা হলে কীভাবে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হবে?'
Siliguri | SOG-ভক্তিনগর থানার যৌথ অভিযানে সাফল্য, ১৫ লক্ষের ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ১
শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও ভক্তিনগর থানার সাদা পোশাক পুলিশের যৌথ অভিযানে মিলল বড়সড় সাফল্য। কিস্তিতে কেনা দামী হাই-স্পিড বাইকে করে শিলিগুড়িতে ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে আসার সময় এক যুবককে পাকড়াও করল পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দেড় কেজি ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। পুলিশ […] The post Siliguri | SOG-ভক্তিনগর থানার যৌথ অভিযানে সাফল্য, ১৫ লক্ষের ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ১ appeared first on Uttarbanga Sambad .
বর্ধমান রেঞ্জের ডিআইজির নামে ভুয়ো অ্যাকাউন্ট! রাজস্থান থেকে গ্রেপ্তার অভিযুক্ত
আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সার্বিক উন্নয়নের স্বার্থে জি ২০ দেশগুলির জন্য ছয় বড় প্রস্তাব মোদির
দক্ষিণ আফ্রিকার জোহেনসবার্গে চলছে জি ২০ সম্মেলন।
Most Used Words 2025: ২০২৫ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত নতুন শব্দগুলো কী?
SIR in Bengal: মায়ের চেয়ে ১১ বছরের বড় ছেলে! মাতা-পুত্রের ‘অঙ্ক’ দেখে হতবাক শুভেন্দু
Suvendu Adhikari: সেখানকার ২৬৪ নং বুথের বাসিন্দা আব্দুল মজিদ শেখ। বয়স ৭৬ বছর। এদিকে আব্দুলের মা যছিমন শেখের বয়স ৬৫ বছর। ফারাক ১১ বছরের। তিনি থাকেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকায়। কিন্তু বয়সের এই অবাস্তব ফারাক কি সম্ভব? শুভেন্দুর পোস্ট মোতাবেক, ২০০২ সালের সংশোধিত তালিকাতে নাম রয়েছে ওই বৃদ্ধার। কিন্তু সেই সংশোধিত তালিকা থেকে বাদ আব্দুল মজিদ। মায়ের নাম রয়েছে।
Harman Sidhu |শোকের ছায়া পঞ্জাবি সংগীতে! মর্মান্তিক দুর্ঘটনায় থেমে গেল হরমন সিধুর সুরের যাত্রা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিনোদন দুনিয়ায় যেন নেমে এসেছে এক কালো ছায়া। একের পর এক তারকার প্রয়াণে যখন সঙ্গীত মহল শোকস্তব্ধ, ঠিক তখনই পঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রি থেকে এল আরও এক দুঃসংবাদ! মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় শিল্পী হরমন সিধু। মাত্র ৩৭ বছর বয়সে তাঁর সুরের সফর চিরতরে থেমে গেল। শনিবার সকালে নিজের গ্রাম খিয়ালায় […] The post Harman Sidhu | শোকের ছায়া পঞ্জাবি সংগীতে! মর্মান্তিক দুর্ঘটনায় থেমে গেল হরমন সিধুর সুরের যাত্রা appeared first on Uttarbanga Sambad .
মেলিয়ে দিল এসআইআর! এনুমারেশন ফর্ম নিতে ২৬ বছর পর বাড়িতে ‘নিখোঁজ’যুবক
খুশির হাওয়া পরিবারে।
Top 5 Sports News Highlights: শনিবার (২২ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, দ্বিতীয় টেস্ট ম্য়াচের প্রথম দিনই ড্রাইভার সিটে বসল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, অ্যাসেজ সিরিজের প্রথম ম্য়াচে অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়লাভ করল। এদিকে আবার তৃতীয় টি-২০ ম্য়াচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। প্রথম দিন দাপট দক্ষিণ আফ্রিকার গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে ভারত (Indian Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল। গোটা দিনজুড়ে দক্ষিণ আফ্রিকা যে দাপট দেখাল, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ৮১.৫ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করেছে। রবিবার কত তাড়াতাড়ি ভারতীয় বাকি ৪ উইকেট শিকার করতে পারে, সেটাই আপাতত দেখার। পড়ে নিন বিস্তারিত: IND vs SA 2nd Test, 1st Day Highlights: শেষ হল প্রথম দিনের খেলা, দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা বদলে গেল অ্যাসেজের ইতিহাস অ্যাসেজ সিরিজের (Ashes Series 2025-26) ইতিহাসে এতদিন যা হয়নি, শনিবার (২২ নভেম্বর) সেই ফলাফলের সাক্ষী রইল গোটা ক্রিকেট বিশ্ব। পারথ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচটা মাত্র ২ দিনেই পকেটে পুরে ফেলল ক্যাঙারু ব্রিগেড। জয়ের জন্য ২০৫ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া মাত্র ২ উইকেট হারিয়ে হাসতে হাসতে এই ম্য়াচে জয়লাভ করে। পড়ে নিন বিস্তারিত: Ashes 2025: বদলে গেল অ্যাসেজের ইতিহাস, ২ দিনে ম্যাচ পকেটে পুরল অস্ট্রেলিয়া রেকর্ডের পাহাড় গড়লেন ট্রাভিস হেড পারথ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমে ট্রাভিস হেড শুরু থেকে যে তাণ্ডবলীলা চালালেন, তাতে ইংরেজ বোলাররা কার্যত খড়কুটোর মতো উড়ে গেলেন। এই ম্য়াচে হেড ৬৯ বলে নিজের শতরান পূরণ করলেন। শেষপর্যন্ত ১২৩ রান করে তিনি আউট হল। হেডের এই ইনিংসে ১৬ চার এবং ৪ ছক্কা রয়েছে। এই শতরানের পাশাপাশি একাধিক রেকর্ড কায়েম করলেন এই অজ়ি ওপেনার। আসুন, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। পড়ে নিন বিস্তারিত: Travis Head Century, Top 5 Records: শুধু সেঞ্চুরিই নয়, এই ৫ রেকর্ডেরও মালিক হলেন ট্রাভিস হেড! ভারতীয় ফুটবল নিয়ে 'বিস্ফোরক' সন্দেশ ২০২৭ এএফসি এশিয়ান কাপের অন্তিম যোগ্যতা অর্জনকারী পর্বে একটাও ম্য়াচ জিততে পারেনি খালিদ জামিলের দল। ভারতীয় ফুটবল দলের বর্তমান পারফরম্য়ান্স নিয়ে আপাতত সমালোচনার বন্যা বইতে শুরু করেছে। এই পরিস্থিতিতে পরাজয়ের যাবতীয় দায় গ্রহণ করলেন অধিনায়ক সন্দেশ ঝিংগান। বললেন, 'বর্তমানে ভারতীয় ফুটবল দলের পারফরম্য়ান্স নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা মাথা পেতে গ্রহণ করছি।' পড়ে নিন বিস্তারিত: Indian Football Team: 'আমরা এটারই যোগ্য...', বিস্ফোরক ভারতের তারকা ফুটবলার!! জয় পাকিস্তানের ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্য়াচে জয়লাভ করল পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। পাকিস্তানের হয়ে ৪৫ বলে ৮০ রান করেন সাহিবজাদা ফারহান। এই ইনিংসই গোটা ম্য়াচে ব্যবধান তৈরি করে দেয়। ২৭ বল বাকি থাকতেই তারা ৭ উইকেটে জয়লাভ করে। পড়ে নিন বিস্তারিত: Sri Lanka vs Pakistan: পুড়ে ছারখার লঙ্কা সাম্রাজ্য, তৃতীয় টি-২০'তে সহজ জয় পাকিস্তানের
BJP 2026 Poll Preparations: নজরে নির্বাচন! ভিন রাজ্য থেকে ১ হাজার নেতা আনছে বঙ্গ বিজেপি
Bengal BJP News: বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলায় আসছেন বিজেপির ১ হাজার নেতা। এনাদের সেনাপতি বললেও ভুল হবে না। কারণ বঙ্গ বিজেপির প্রতিটি স্তরের সাংগঠনিক ও নির্বাচনী কাঠামোকে পোক্ত রাখার কাজটা তাঁদেরই। কিন্তু কবে আসবেন এই নেতারা?
Sri Lanka vs Pakistan: পুড়ে ছারখার লঙ্কা সাম্রাজ্য, তৃতীয় টি-২০'তে সহজ জয় পাকিস্তানের
Pakistan Cricket Team: ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্য়াচে জয়লাভ করল পাকিস্তান ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। পাকিস্তানের হয়ে ৪৫ বলে ৮০ রান করেন সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। এই ইনিংসই গোটা ম্য়াচে ব্যবধান তৈরি করে দেয়। ২৭ বল বাকি থাকতেই তারা ৭ উইকেটে জয়লাভ করে। Pakistan Cricket Team: আউট হতেই রেগে ফায়ার, ভাঙচুর ক্রিকেটের সরঞ্জাম! ICC-র রোষানলে পাক তারকা ক্রিকেটার এই ম্য়াচে টস জিতে শ্রীলঙ্কা ক্রিকেট দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, জানিথ লিয়ানাগে ছাড়া আর কেউই সেভাবে ব্যাট হাতে নজর কাড়তে পারলেন না। ৩৮ বলে ৪১ রান করে অপরাজিত থাকলেন লিয়ানাগে। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৩ চার এবং ১ ছক্কা বেরিয়ে আসে। শেষপর্যন্ত ২০ ওভারে শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে। পাকিস্তান বোলারদের মধ্যে ৩ উইকেট শিকার করেছেন মহম্মদ নওয়াজ। এছাড়া একটি করে উইকেট তুলে নেন সলমান মির্জা, ফাহিম আশরাফ এবং আবরার আহমেদ। Pakistan Cricket Team: মুখ থুবড়ে পড়ল পাকিস্তান, থেঁতো করে দিলেন এই তারকা ক্রিকেটার! হাফসেঞ্চুরি করলেন সাহিবজাদা ফারহান জয়ের জন্য ১২৯ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নামে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান যা রান করলেন, বাকিদের কার্যত দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না। ৪৫ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন তিনি। ৬ বাউন্ডারির পাশাপাশি পাঁচটি গগনচুম্বী ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই ম্য়াচে আরও একবার ব্যর্থ হলেন বাবর আজম। মাত্র ১৬ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। Pakistan Cricket Team: ঘুম ভাঙল পাকিস্তানের, অবশেষে অ্যাকশন মোডে PCB অন্যদিকে, রানের খাতা খুলতেই পারলেন না অধিনায়ক অধিনায়ক সলমান আলি আগা। শেষপর্যন্ত পাকিস্তান ৩ উইকেট হারিয়ে ১৩১ রান করে ফেলে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ২ উইকেট শিকার করেন দুষ্মন্ত চামিরা। একটি উইকেট নেন দাসুন শনাকা। এই ম্য়াচে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে মহম্মদ নওয়াজের হাতে। আগামীকাল অর্থাৎ রবিবার (২৩ নভেম্বর) জিম্বাবোয়ের বিরুদ্ধে ফের খেলতে নামবে পাকিস্তান।
Bengal SIR: এসআইআর আতঙ্ক, কাজের চাপে গুরুতর অসুস্থ বিএলও, নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূলের
Bengal SIR: SIR এর কাজ করার সময় অতিরিক্ত চাপে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি জঙ্গিপুরের এক BLO। শনিবার জঙ্গিপুর বিধানসভার ১৩৭ নম্বর বুথে বরোজ এলাকায় বুথ লেভেল অফিসার হিসাবে কাজ করছিলেন BLO কৌশিক ঘোষ। পরিবারের লোকজনের অভিযোগ, কাজের অতিরিক্ত চাপের কারণে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্ঞান হারানোর পর্যায়ে চলে গেলে তড়িঘড়ি থাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। গত কয়েকদিন ধরেই নিরলসভাবে SIR সংক্রান্ত নথিপত্র যাচাই, বাড়ি-বাড়ি সমীক্ষা এবং ডিজিটাল আপলোডের কাজ করে যাচ্ছিলেন ওই বিএলও। কাজের পরিমাণ এবং সময়সীমার চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। “চাপ আর নিতে পারছি না”, ফের আত্মহত্যা BLO-র, “আর কত প্রাণ যাবে?”, ফুঁসছেন মমতা বর্তমানে হাসপাতালের HDU বিভাগে চিকিৎসাধীন ওই বিএলও। ঘটনায় গভীর উদ্বেগে রয়েছেন কৌশিক ঘোষের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, SIR–এর কাজের চাপ দিন দিন অস্বাভাবিকভাবে বাড়ছিল। রাত অবধি কাজ করা, ভোরে বেরিয়ে পড়া এটাই প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছিল। এদিকে শনিবার নদিয়ার কৃষ্ণনগর ষষ্ঠীতলায় এক মহিলা BLO–র ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার অভিযোগ করেছে, মানসিক অবসাদ ও কাজের অস্বাভাবিক চাপই তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। মৃত কর্মীর নাম রিঙ্কু তরফদার (৫১)। তিনি চাপড়া বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্ব শিক্ষক ছিলেন। পাশাপাশি নিজের এলাকাতেই BLO হিসেবে বিশেষ সার্ভে—এসআইআর (Special Intensive Revision)—এর দায়িত্ব পালন করছিলেন। শনিবার সকালেই তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে রিঙ্কু তরফদার নিজের দুই মেয়ের উদ্দেশে লিখে গেছেন, “বাবার খেয়াল রাখিস। আমার কিছু করার নেই… সংসার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। BLO–র কাজ ঠিকমতো করতে না পারলে প্রশাসনিক চাপ আসবে, সেই চাপ আর নিতে পারছি না।” আরও লেখা আছে, “আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনও রাজনৈতিক দলের সমর্থক নই, কিন্তু অমানুষিক কাজের চাপ আমি আর নিতে পারছি না।” West Bengal News Live Updates: SIR কাজের মাঝে BLO-র মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর, অসুস্থ কর্মীকেও অনুদান এই নিয়ে কমিশনকে নিশানা করেছে তৃণমূল। এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়েছে, ২০০২ সালের হার্ড কপিতে নাম থাকা বহু ভোটারের নাম রহস্যজনকভাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে উধাও। শুধু তাই নয়, ভোটারদের নাম, নম্বর ও ছবিও ইচ্ছাকৃতভাবে ভুলভাবে আপলোড করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ মানসিক চাপে চরম সিদ্ধান্তও নিচ্ছেন। এই পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর অভিযোগ, বিজেপির ইন্ধনে নির্বাচন কমিশনকে ‘পুতুল’ বানিয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, “যে কাজ দু’বছরে হওয়ার কথা, তা এক রাজনৈতিক দলের ইচ্ছে পূরণ করতে এক মাসের মধ্যে করানো হচ্ছে।” অরূপ বিশ্বাস আরও অভিযোগ করেন যে, ইতিমধ্যেই তিন জন বিএলও আত্মহত্যা করেছেন এবং এসআইআর সংক্রান্ত আতঙ্কে মোট ৩৪ জন মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি এসআইআর-কে ‘সাইলেন্ট ইনভিসিবল রিগিং’ বলেও কটাক্ষ করেছে তৃণমূল। Eastern Railway: যাত্রীদের সুবিধার্থে দুরন্ত পদক্ষেপ রেলের, দীর্ঘদিনের দাবি পূরণে আনন্দের বন্যা!
Recipe |সন্ধ্যার জলখাবারে কী খাবেন? বাড়িতেই বানিয়ে নিন রেস্তোরাঁ স্টাইলে ক্রিসপি কর্ন
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের সন্ধ্যায় মুখরোচক কিছু খেতে চাইছেন? তবে বানিয়ে নিতে পারেন ক্রিসপি কর্ন। রেস্তোরাঁতে গেলে এটি আমরা প্রায়ই খেয়ে থাকি। কিন্তু বাড়িতে বানাতে গেলে তাতে খুব একটা মুচমুচেভাব আসে না। তাই কীভাবে বাড়িতেই রেস্তোরাঁ স্টাইলে ক্রিসপি কর্ন বানাবেন, তা জেনে নিন (Recipe)। উপকরণ: দু’ কাপ কর্ন ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ২ টেবিল […] The post Recipe | সন্ধ্যার জলখাবারে কী খাবেন? বাড়িতেই বানিয়ে নিন রেস্তোরাঁ স্টাইলে ক্রিসপি কর্ন appeared first on Uttarbanga Sambad .
India vs South Africa |কুলদীপের ঘূর্ণিতে ভারতের দারুণ কামব্যাক! দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ২৪৭/৬
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডেন টেস্টে হারের পর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেই ভারতের জন্য আশার আলো নিয়ে এলেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। প্রথম দুই সেশনে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা সাবধানে খেললেও, শেষ সেশনে কুলদীপের দুরন্ত স্পেলে (৩/৪৮) ভর করে ম্যাচে দারুণ প্রত্যাবর্তন ঘটাল টিম ইন্ডিয়া। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে […] The post India vs South Africa | কুলদীপের ঘূর্ণিতে ভারতের দারুণ কামব্যাক! দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ২৪৭/৬ appeared first on Uttarbanga Sambad .
রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্বের নিরসন হবে কোন পথে?
বিরোধীদের অভিযোগ, মোদির আমলে অ-বিজেপি রাজ্য সরকারগুলিকে চাপে ফেলতে রাজভবনের ব্যবহার হচ্ছে টানা।
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা! গিলের বদলে নেতৃত্বের দৌড়ে কারা?
ইডেনে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান।
হাতে সময় কম বলে চিন্তা! বৈঠক থেকে ফিরেই হৃদরোগে আক্রান্ত জয়নগরের বিএলও
জয়নগরের হরিনারায়নপুর ৩১ নম্বর বুথের বিএলও হিসাবে কর্মরত ছিলেন।
Cooking Oil |কোলেস্টেরলের সমস্যা রয়েছে? তবে এই ধরনের তেলে রান্না করলে হতে পারে ক্ষতি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনিয়ন্ত্রিত জীবনযাপন, বাইরে খাওয়ার অভ্যাস, শরীরচর্চা না করার ফলে কোলেস্টেরলের সমস্যায় ভোগেন অনেকেই। আর সমস্যার জেরে বাড়ে হৃদরোগের ঝুঁকি। যারা কোলেস্টেরলের সমস্যায় ভোগেন, তাঁদের মাখন, ঘি খাওয়া বাদ দিতে হয়। তবে সম্পূর্ণ তেল ছাড়া রান্না করা খাবার খাওয়া সম্ভব নয়। তবে ৫ ধরনের তেল রয়েছে, যা দিয়ে রান্না করলে শরীরের ক্ষতি […] The post Cooking Oil | কোলেস্টেরলের সমস্যা রয়েছে? তবে এই ধরনের তেলে রান্না করলে হতে পারে ক্ষতি appeared first on Uttarbanga Sambad .
‘SIR মানে সরকার ভোটার নির্বাচন করছে’, বিতর্ক উসকে মন্তব্য নির্মলার অর্থনীতিবিদ স্বামীর
এসআইআর-এর বিরোধিতা করে মামলা উঠেছে সুপ্রিম কোর্টে।
তালিবান বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা পাক সেনার, গুলির লড়াইয়ে মৃত অন্তত ১৭
দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ এই টিটিপি।
Siliguri |‘চিকেন নেক’ করিডোরের নিরাপত্তায় উচ্চপর্যায়ের বৈঠক শিলিগুড়িতে
শিলিগুড়িঃ প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা ও দিল্লির লালাকেল্লার কাছে বিস্ফোরণের পর এবার চিকেন নেক তথা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় উচ্চপর্যায়ের বৈঠক আয়োজিত হল। শনিবার শিলিগুড়ির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল আইবি-র কার্যালয়ে ওই হাই-লেভেল বৈঠকের আয়োজন হয়। এদিনের বৈঠকে সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি, আরপিএফ, ভারতীয় সেনা, ভারতীয় বায়ু সেনা, কেন্দ্রীয় সড়ক কর্তৃপক্ষ, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ, মিলিটারি পুলিশ, […] The post Siliguri | ‘চিকেন নেক’ করিডোরের নিরাপত্তায় উচ্চপর্যায়ের বৈঠক শিলিগুড়িতে appeared first on Uttarbanga Sambad .
Kidney Stone |শীতে বাড়ে কিডনিতে পাথর জমার প্রবণতা! বিপদ এড়াতে মেনে চলুন কিছু নিয়ম
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতকালে জল খাওয়ার পরিমাণ কমে যায়। এতে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। ফলে এই শীতেই কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে (Kidney Stone)। মূত্রের মধ্যে থাকা ক্যালশিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিডের ঘনত্ব বাড়তে থাকে। আর তা পাথরে পরিণত হয়ে কিডনি, মূত্রথলিতে সেগুলি জমতে শুরু করে। তাই শীতে কিডনি সুরক্ষিত রাখতে কিছু নিয়ম মেনে চলতে […] The post Kidney Stone | শীতে বাড়ে কিডনিতে পাথর জমার প্রবণতা! বিপদ এড়াতে মেনে চলুন কিছু নিয়ম appeared first on Uttarbanga Sambad .
SIr in Bengal: এবার জয়নগর! কাজের চাপে হৃদরোগে আক্রন্ত BLO, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন MLA
BLO in Bengal: জয়নগরের হরিনারায়নপুর ৩১ নম্বর বুথের BLO কমল নস্কর। পেশায় দুয়ের পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরিবারের সদস্যদের অভিযোগ অতিরিক্ত কাজের চাপ তিনি আর নিতে পারছিলেন না।
Al‑Falah University: মুজাম্মিল-শাহিনদের ‘গুরু’র বাড়ি ভাঙতে দিল না হাইকোর্ট, জারি সাময়িক স্থগিতাদেশ
High Court on Al‑Falah University: বৃহস্পতিবার মধ্য প্রদেশে হাইকোর্টে শুরু হয় শুনানি। বিচারপতি প্রণয় ভর্মার বেঞ্চে গৃহিত হয় মামলা। শুনানি পর্বে মামলাকারী আদালতকে জানান, বাড়ির ওই অংশ ভাঙার জন্য তাঁকে মাত্র তিন দিনের ডেডলাইন দেওয়া হয়েছিল। যা সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘন করে। সেই সুবাদেই মিলে যায় 'ছাড়'।
Gosanimari |পর্যটকের ভিড় গোসানিমারি রাজপাটে
অমৃতা দে, দিনহাটা: শীতের মরশুম শুরু হতেই দিনহাটা-১ ব্লকের গোসানিমারি-২ গ্রাম (Gosanimari) পঞ্চায়েতের ঐতিহাসিক রাজপাট ঢিপিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। দিনহাটা শহর থেকে ১০ কিলোমিটার দূরত্বে এই প্রাচীন রাজপাট অবস্থিত, যা কোচ রাজাদের প্রাচীন রাজধানী হিসেবে সুপরিচিত। বছরের অন্য সময় ভিড় লেগে থাকলেও নভেম্বরের মাঝামাঝি হালকা শীত পড়তেই শুক্রবার থেকে পর্যটকের সংখ্যা অনেকাংশে বেড়েছে। গোসানিমারি-২ গ্রাম […] The post Gosanimari | পর্যটকের ভিড় গোসানিমারি রাজপাটে appeared first on Uttarbanga Sambad .
Liquor |অসমে মদ সস্তা, রমরমা ব্যবসা বাংলায়
সায়নদীপ ভট্টাচার্য, বক্সিরহাট: দামে সস্তা, তাই অসম-বাংলার সীমানায় চোরাপথ দিয়ে প্রতিদিন তুফানগঞ্জ মহকুমায় ঢুকছে অসমের মদ (Liquor)। সব মিলিয়ে অসম-বাংলা সীমানা যেন হয়ে উঠেছে মদের অবৈধ কারবারের ঘাঁটি। অবস্থা এমনই যে অবৈধ কারবারের চাপে এলাকায় সরকার অনুমোদিত মদের দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। ফলে প্রতিদিন দুই রাজ্যের সীমানা এলাকায় হাজার হাজার টাকার মদ বিক্রি হলেও […] The post Liquor | অসমে মদ সস্তা, রমরমা ব্যবসা বাংলায় appeared first on Uttarbanga Sambad .
জন্মদিনেই কন্যারত্ন! পঞ্চম সন্তানের জনক হলেন ৫৮-র বরিস বেকার
নবজাতকের কী নাম রেখেছেন প্রাক্তন টেনিস তারকা?
Jalpaiguri |শীতে কদর চিনামাটির টবের
অনীক চৌধুরী, জলপাইগুড়ি: ফুল কার না ভালো লাগে! জাতিধর্মবর্ণনির্বিশেষে ফুল গাছ তাই সকলের বাড়িতেই কমবেশি দেখা যায়। তবে, এই ভালোবাসা একটু বেশি বেড়ে যায় শীত এলে। তাই তো জলপাইগুড়ি শহরের (Jalpaiguri) বিভিন্ন জায়গায় ফুল গাছের পসরা সাজিয়ে বসতে দেখা যাচ্ছে বিক্রেতাদের। আর এরই সঙ্গে বাজারে আগমন ঘটেছে নতুন নতুন ডিজাইনের চিনামাটির বা সেরামিক টবের। অনেকেই […] The post Jalpaiguri | শীতে কদর চিনামাটির টবের appeared first on Uttarbanga Sambad .
SIR আবহে নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল, ফের ক্যাম্পে হামলা চালিয়ে কাঠগড়ায় বিজেপি
এর আগেও নন্দীগ্রামে তৃণমূলের ভোট সুরক্ষা ক্যাম্পে হামলা হয়েছিল।
Health Tips: ফল খাওয়ার পর জল পান করেন? অজান্তেই শরীরে বড় ক্ষতি করছেন না তো!
Drinking water after eating fruits effects: বাড়ির বড়রা বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেক সময় ফল খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেতে বারণ করেন। এই সাধারণ অভ্যাসটির পেছনে কিন্তু বৈজ্ঞানিক কারণ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক, কেন এই নিয়ম মেনে চলা জরুরি।
Kranti |বৃষ্টি পড়লেই ভাসে স্কুল, শিকেয় পড়াশোনা
কৌশিক দাস, ক্রান্তি: কোথাও টিনের চাল ফুটো। কোথাও আবার দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে। মেঝে ভাঙা। জানলা–দরজা বেহাল। করোনার পর রাজ্যের প্রায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা করে বরাদ্দ হয়েছিল। ক্রান্তিতেও (Kranti) ব্লক প্রশাসনের নজরদারিতে ঠিকাদার সংস্থা সেই কাজ করে। কিন্তু বেশিরভাগ স্কুলের যা হাল তা প্রতিবেদনের গোড়াতেই স্পষ্ট। বেশিরভাগ জায়গায় দায়সারাভাবে কাজ […] The post Kranti | বৃষ্টি পড়লেই ভাসে স্কুল, শিকেয় পড়াশোনা appeared first on Uttarbanga Sambad .
শীতের রাতের ‘ডিনার’জমুক স্বাস্থ্যকর মাটন স্যুপে, এই রেসিপিতেই হবে কামাল
স্বাস্থ্যকর এই মাটন স্যুপ কীভাবে বানাবেন জেনে নিন।
Mal Municipality |গাড়ি-ল্যাডার কেনার নথি উধাও, বকেয়া টাকাও! স্বপনের আমলে নয়া কেলেঙ্কারি
মালবাজার: স্বপন সাহার আমলে এবার নতুন কেলেঙ্কারির হদিস। টাটা গোষ্ঠীর স্বীকৃত সংস্থা ওএসএল অটোমোটিভ প্রাইভেট লিমিটেড ১০ লক্ষ টাকা বকেয়া না পাওয়ার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানিতে মাল পুরসভাকে সাতদিনের মধ্যে কত টাকা মেটানো হয়েছে ও কত টাকা বকেয়া, তার হলফনামা দিতে বলেছেন বিচারপতি। প্রাক্তন চেয়ারম্যান স্বপন অবশ্য […] The post Mal Municipality | গাড়ি-ল্যাডার কেনার নথি উধাও, বকেয়া টাকাও! স্বপনের আমলে নয়া কেলেঙ্কারি appeared first on Uttarbanga Sambad .
Miss Universe 2025: মিস ইউনিভার্স ফাতিমা বশের ছোটবেলার গল্প, শুনলে চোখে জল আসতে বাধ্য!
Miss Universe 2025: ফাতিমা বশ—২০২৫ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৪তম আসরের মুকুটজয়ী। মাত্র ছয় বছর বয়স থেকেই তাঁর জীবনে শুরু হয়েছিল নানা চ্যালেঞ্জের যাত্রা। ছোটবেলায় তাঁকে ডাইস্লেক্সিয়া, ADHD এবং অতিরিক্ত চঞ্চলতার সমস্যায় ভুগতে হয়েছে। এই অবস্থাগুলো সব শিশুর কাছেই খুবই কঠিন ব্যাপার। কারণ তা পড়াশোনা, স্মরণশক্তি, মনোযোগ এবং দৈনন্দিন কাজে বড় ধরনের সমস্যা তৈরি করে। কিন্তু এই কঠিন সময়ই ফাতিমাকে শেখায় কীভাবে নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করতে হয়। মেক্সিকোর টাবাস্কো প্রদেশের ছোট্ট শহর ভিলাহারমোসায় জন্ম ফাতিমার। সাধারণ পরিবারের মেয়ে হলেও তাঁর স্বপ্ন ছিল বিশাল। ছোটবেলা থেকেই তিনি মানুষ, প্রাণী এবং প্রকৃতির প্রতি গভীর সহানুভূতি অনুভব করতেন। স্কুলজীবনে তাঁর ডাইস্লেক্সিয়ার কারণে পড়া ও লেখা খুব কঠিন ছিল। অনেক শব্দ তিনি উলটোভাবে পড়তেন, বাক্য মনে রাখতে পারতেন না, এমনকি সাধারণ নোটও বুঝতে সময় লাগত। অন্যদিকে ADHD তাঁকে মনোযোগ ধরে রাখতে দিত না। শিক্ষকরা অনেক সময়ই তাঁর ভুল বোঝেন, বন্ধুরাও তাঁর সঙ্গে তাল মেলাতে পারত না। এর ফলেই শুরু হয়েছিল বুলিং—যা কোনও শিশুর জন্যই মানসিকভাবে খুব কঠিন পরিস্থিতি। নিজেই জানিয়েছেন অভিজ্ঞতার কথা ফাতিমা এক সাক্ষাৎকারে বলেন—'আমি যদি বুলিংয়ের অভিজ্ঞতার মধ্যে দিয়ে না যেতাম, তাহলে আজ আমি যেমন মানুষ হয়েছি, তেমন হতে পারতাম না। আমি নিজের ওপর বিশ্বাস করতে শিখতাম না, অন্যের কষ্ট বোঝার ক্ষমতাও পেতাম না।' তাঁর কথায় স্পষ্ট, জীবনের প্রতিকূল সময় তাঁকে যে পরিমাণ শক্তি ও সহানুভূতি দিয়েছে, তা তাঁর সাফল্যের মূল ভিত্তি। আরও পড়ুন- বাজার থেকে গাজর কিনতে ভুলবেন না, মিষ্টি নাকি তেতো বুঝবেন কীভাবে? সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের ভালোবাসা, শিক্ষকদের বোঝাপড়া এবং চিকিৎসকদের পরামর্শে ফাতিমা ধীরে ধীরে তাঁর সমস্যাগুলো মোকাবিলা করতে শেখেন। ডাইস্লেক্সিয়া থাকা সত্ত্বেও তিনি পড়ার নতুন পদ্ধতি রপ্ত করেন। ADHD থাকা সত্ত্বেও নিজের মনোযোগ বাড়ানোর কৌশল শিখে নেন। তিনি বুঝতে পারেন, শেখার অসুবিধা মানেই ব্যর্থতা নয়—বরং ভিন্নভাবে শেখার আরেকটি রাস্তা। আরও পড়ুন- মাঝে মধ্যে, বিশেষ অনুষ্ঠানে ১টা সিগারেট খান! জানেন আপনার কী হতে পারে? বড় হয়ে তিনি মডেলিংয়ের দিকে ঝোঁকেন। মেকআপ, ফ্যাশন, প্রকৃতি এবং টেকসই লাইফস্টাইল নিয়ে তাঁর আগ্রহ তাঁকে নতুন পথ দেখাতে থাকে। মানুষের সঙ্গে কাজ করতে তিনি ভালোবাসতেন, মানুষের কষ্ট তিনি বুঝতেন—এই গুণগুলো তাঁকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আলাদা করে তোলে। আরও পড়ুন- শনিবারে ৫ সহজ কাজেই নাকি ভাগ্য বদলায়, নামে টাকার ঢল! গোপন টোটকা শাস্ত্রেই! ২০২৫ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে তিনি শুধু সৌন্দর্যের পরিচয় দেননি; দিয়েছেন মন ও মনের শক্তির প্রমাণও। ফাইনালে তিনি বলেন—'আমরা প্রত্যেকেই প্রকৃত নিজস্বতা নিয়ে জন্মাই। নিজের সত্যকে অনুসরণ কর। নিজের ভেতরের আলোকে গ্রহণ কর।' তাঁর এই বক্তব্য শুধু বিচারকদেরই নয়, সারা বিশ্বের মানুষের মন স্পর্শ করেছে। আরও পড়ুন- হাতের কাছে যখন এই সহজ উপায়, কেন খরচা করে চুল কালো করবেন? ফাতিমা এখন বিশ্বজুড়ে তরুণদের অনুপ্রেরণা। তিনি শেখান—শেখার অসুবিধা বা মানসিক চ্যালেঞ্জ কোনওদিনই কারও ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। বরং সঠিক সময়ে সঠিক পরিচর্যা ও সমর্থন পেলে প্রতিটি শিশুই নিজের সত্যিকার সম্ভাবনাকে আবিষ্কার করতে পারে। ফাতিমার গল্প মনে করিয়ে দেয়—আমরা সবাই নিজের মত শক্তিশালী। যতই চ্যালেঞ্জ আসুক, প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে থাকে শেখার এবং বেড়ে ওঠার সুযোগ। আজ তিনি শুধু বিশ্বের সুন্দরী নন—তিনি সংগ্রাম থেকে উঠে আসা এক মানবিক শক্তির প্রতীক।
বাংলায় ফের গণধর্ষণের ঘটনা, নাম জড়াল শাসক নেতার ছেলের, ভোটের আগে বিরাট অভিযোগে তোলপাড়
ফের গণধর্ষণ বঙ্গে। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের আউশগ্রাম। বান্ধবীর সঙ্গে গ্রামের দোকানে যাবার সময় পথেই গণধর্ষণের শিকার নবম শ্রেণীর ছাত্রী। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে পরিবারের অভিযোগের ভিত্তিত ৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে চারজন নাবালক স্কুল পড়ুয়া এবং বাকি দু’জন যুবক। যুবকদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় পকসো আদালত। বাকি চার নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করানো হয়েছে। আরও পড়ুন- ভল্ট খেয়েই বেসামাল, মুহূর্তে আছড়ে পড়ল তেজস, আগুনের গোলায় পরিণত হল যুদ্ধ বিমান ধৃত এক নাবালকের বাবা তৃণমূল পার্টির প্রাক্তন বুথ সভাপতি হওয়ার খবর চাউর হতেই আউশগ্রামে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যায় গণধর্ষণের ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রী তার বান্ধবীর সঙ্গে গ্রামের একটি দোকানে কেনাকাটা করতে যাচ্ছিল। সেই সময় ৬ জন অভিযুক্ত তাদের পথ আটকায়। আরও পড়ুন- এই সাতটি ব্যাঙ্ক বিনিয়োগের উপর দিচ্ছে সর্বোচ্চ সুদ, FD করার আগে যাচাই করে ইনভেস্ট করুন অভিযোগ,এর পরই জোর করে নাবালিকাকে পাশের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনের পর ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তবে লোকলজ্জা ও হুমকির কারণে প্রথমে সে কাউকে কিছু জানায়নি। পরে স্কুলের এক বান্ধবীর কাছে বিষয়টি জানায়। সেই বান্ধবী বৃহস্পতিবার শিক্ষককে ঘটনার কথা জানালে শিক্ষকই পুলিশকে খবর দেন।এরপর বৃহস্পতিবার রাতে নির্যাতিতার মা আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ওই রাতেই অভিযান চালিয়ে আউশগ্রাম থানা ৬ অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পকসো-সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। আরও পড়ুন- সন্ত্রাসের আঁতুড়ঘর আল ফালাহ বিশ্ববিদ্যালয়? ভবিষ্যৎ ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তায় শ'য়ে শ'য়ে পড়ুয়া নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এমন ঘটনা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, আশা করি প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। তবে শাসক নেতার ছেলে পুলিশের উপর নিশ্চয় চাপ আসবে। তবে আমরা লক্ষ্য রাখছি পুলিশ কি ব্যবস্থা নেয় তার দিকে। অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডু বলেন, পুলিশ তো ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে। সুতরাং কে কোন দল করে ওসব আসছে কেন। আইন আইনের পথে চলবে এটাই আমরা চাই। আরও পড়ুন- কীভাবে ঘরে বসে ২ মিনিটেই SIR ফর্ম অনলাইনে ফিলআপ করবেন? জমা হয়েছে কিনা জানবেন কী করে?
Top 5 Breaking News Bengal: এসআইআর বিতর্ক জোরদার হওয়ার মধ্যেই আবারও পথে নামতে চলেছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বড়সড় কর্মসূচিতে যোগ দেবেন তিনি। চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত হবে পদযাত্রা, এরপর ঠাকুরবাড়ির কাছেই জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। মতুয়া মহলে এসআইআর নিয়ে তৈরি হওয়া উত্তেজনার মাঝে এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। আরও পড়ুন- BLO suicide: “চাপ আর নিতে পারছি না”, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে আত্মহত্যা BLO-র রাজ্যে এসআইআর–এর অতিরিক্ত কাজের চাপ নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই ফের আত্মহত্যার ঘটনা। নদিয়ার কৃষ্ণনগর ষষ্ঠীতলায় এক মহিলা BLO–র ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার অভিযোগ করেছে, মানসিক অবসাদ ও কাজের অস্বাভাবিক চাপই তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সম্প্রতি মুখ্যমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবি জানান। আর সেই পদক্ষেপকেই “নাটক” বলে কটাক্ষ করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: “কোথাও ১০০, কোথাও ৫০০! SIR নিয়ে তৃণমূলের নতুন ব্যবসা”, অধীরের চাঞ্চল্যকর দাবি পার্কস্ট্রিটের পর কসবা, হোটেলে ঘর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। জানা গিয়েছে আজ দুপুরে অনেক ডাকাডাকির পর উত্তর না মেলায় পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কসবা থানার পুলিশ ও লালবাজারের গোয়েন্দারা। হোটেল সূত্রে খবর, গতকাল রাতে তিন জন হোটেলে চেক ইন করে। আজ সকালেই দুজন হোটেল ছেড়ে বেরিয়ে যায়। জানা গিয়েছে, অনলাইনে হোটেল বুক করা হয়। যুবককে কী খুন করা হয়েছে, নাকি দুর্ঘটনা? তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে মৃত যুবকের বাড়ি বীরভূমে। ফের গণধর্ষণ বঙ্গে। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের আউশগ্রাম। বান্ধবীর সঙ্গে গ্রামের দোকানে যাবার সময় পথে গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণীতে পাঠরতা এক ছাত্রী।পুলিশ এই ঘটনার তদন্তে নেমে পরিবারের অভিযোগের ভিত্তিত ৬জনকে গ্রেফতার করেছে।ধৃতদের মধ্যে চারজন নাবালক স্কুল পড়ুয়া এবং বাকি দু’জন যুবক। আরও পড়ুন- West Bengal Weather Update: তাপমাত্রা একই, শীত অদৃশ্য, আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস
Arup Biswas: এখনও পর্যন্ত ৩৪ জন মানুষ আত্মহত্যা করেছেন শুধুমাত্র কমিশনের জন্য: অরূপ
Arup biswas: বিএলও-সহ একাধিক সাধারণ মানুষের মৃত্যুতে কমিশনকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের ওয়েবসাইটও ভুল তথ্যে ভরা বলে দাবি করা হয়েছে কমিশনের তরফে। মুখ্যমন্ত্রীর চিঠির পর এবার কমিশনের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল। তাঁরা কমিশনের দফতরে দিল স্মারকলিপি জমা।
নাইজেরিয়ায় ফের বন্দুকবাজের দৌরাত্ম্য, অপহৃত অন্তত ৩০০ স্কুল পড়ুয়া
বন্দুকবাজদের হাত থেকে বেশ কয়েকজন পালাতে সক্ষম হয়েছে।
Telangana |মাওবাদী আন্দোলনে বড়সড় ধাক্কা! শীর্ষ নেতা সহ ৩৭ জনের গণ-আত্মসমর্পণ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তেলেঙ্গানায় মাওবাদী আন্দোলন (CPI-Maoist) এক বিশাল সাংগঠনিক বিপর্যয়ের মুখে পড়ল। শনিবার রাজ্যের শীর্ষ কমিটি সদস্য এবং ২৫ জন তরুণীসহ মোট ৩৭ জন আত্মগোপনকারী ক্যাডার হায়দ্রাবাদে তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) বি শিবাধর রেড্ডির (B Shivadhar Reddy) কাছে আত্মসমর্পণ করেছেন। এই গণ-আত্মসমর্পণ, যা চলতি বছরে এক দিনে হওয়া সবচেয়ে বড় আত্মসমর্পণগুলির […] The post Telangana | মাওবাদী আন্দোলনে বড়সড় ধাক্কা! শীর্ষ নেতা সহ ৩৭ জনের গণ-আত্মসমর্পণ appeared first on Uttarbanga Sambad .
‘লাল সন্ত্রাসে’ লাগাম! তেলঙ্গানায় রাজ্য কমিটির সদস্য-সহ আত্মসম্পর্ণ ৩৭ মাওবাদীর
বিপুল অস্ত্র-সহ আত্মসমর্পণ।
Siliguri: হঠাৎ কী হল? উত্তরবঙ্গে একযোগে বৈঠকে বসল সেনা, পুলিশ, BSF, NIA
মূলত, এই ধরনের সম্বন্বয় বৈঠক অতীতেও হয়েছে পরেও হবে। কিন্তু এমন একটা সময় এই বৈঠক হয়েছে যে সময়ে দিল্লিতে বিস্ফোরণ ঘটেছে। বারবার দেখা যাচ্ছে, উত্তরবঙ্গকে আক্রমণের কথা বলা হচ্ছে। তারপর এসআইআর চলছে। অপরদিকে, বাংলাদেশেও অশান্ত পরিস্থিতি রয়েছে। সব মিলিয়ে সীমান্তগুলি স্পর্শকাতর।
শেষ মুহূর্তে অভিশপ্ত তেজস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন পাইলট! ভাইরাল সেই ভিডিও
মাঝআকাশে রণকৌশল দেখানোর সময় হঠাৎ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বিমানটি।
স্কুল চত্বরেই হেনস্তার শিকার নাবালিকা, ফোটানো হল অজানা ইঞ্জেকশন! গুজরাটের ঘটনায় চাঞ্চল্য
পকসো আইনে মামলা অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে।
PM Modi G-20 Summit: শনিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, 'জোহানেসবার্গে গিয়ে প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। এই বছর ভারত-ব্রিটেনের সম্পর্ক একটা নতুন মাত্রা পেয়েছে। আমরা আশাবাদী সেই সম্পর্ক আগামী দিনেও আরও এগিয়ে যাবে।'
WTC 2025-27 Points Table: ব্রিটিশদের বধ করতেই 'সুখবর' অস্ট্রেলিয়ায়, কোথায় দাঁড়িয়ে ভারত?
সামসী: এক গর্ভবতী মহিলাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা (Accident)। ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই গর্ভবতী মহিলার দিদিমা। মৃত্যু হয়েছে গর্ভস্থ সন্তানেরও। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম রাবিয়া বিবি (৫৫)। বাড়ি রতুয়া-২ ব্লকের অন্তর্গত শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েতের আসকাপাড়া গ্রামে। জানা গিয়েছে, প্রসবযন্ত্রণা নিয়ে […] The post Accident | মালদা মেডিকেলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু গর্ভস্থ সন্তানের, প্রাণ গেল এক মহিলারও appeared first on Uttarbanga Sambad .
বিডিও অফিসের ভিতরে এটা কী হচ্ছে? ক্যামেরা দেখেই পাঁইপাঁই করে ছুট
SIR in West Bengal: র্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে এসআইআরের ডেটা এন্ট্রির কাজ একমাত্র স্থায়ী কর্মীরাই করতে পারবেন। অস্থায়ী কর্মীদের দিয়ে এই কাজ করানো যাবে না। ধূপগুড়ির বিডিও অফিসে সেই নিয়ম অমান্য করেই কাজ চলছে। অস্থায়ী কর্মীরা নিজেরাই স্বীকার করেছেন এই নিয়মভঙ্গের কথা।
সৌরভ কুমার মিশ্র,হরিশ্চন্দ্রপুর: ২০২১ সালের অভিশপ্ত ২৬ ফেব্রুয়ারি। কলকাতার কুদঘাট এলাকায় সরকারি ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের মধ্যে হরিশ্চন্দ্রপুরের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের তালশুর গ্রামের বেশ কয়েকজন শ্রমিকও ছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই ম্যানহোলে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে ওই গ্রামেরই ৪ জন তরতাজা তরুণের প্রাণ চলে যায়। তারমধ্যে একই […] The post Harishchandrapur | ‘মানবাধিকার লঙ্ঘন…’, ম্যানহোলে নেমে মৃত্যুর ঘটনায় ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের appeared first on Uttarbanga Sambad .
Basirhat: গলায় একাধিক কোপ, বসিরহাটে দেহ উদ্ধার হতেই মহিলার পরিচয় নিয়ে দানা বাঁধছে ধোঁয়াশা
Basirhat Body Recover: দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। মৃতার পরিচয় জানতে কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। একইসঙ্গে পুলিশের সোর্সকেও কাজে লাগানো হচ্ছে। কিন্তু কেন খুন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
Patishapta: টেস্টি পিঠে খেতে মন চাইছে? বাড়িতে সহজেই বানিয়ে নিন পাটিসাপটা, রইল রেসিপি
হালকা নরম পাটিসাপটার ভেতরকার ক্ষীর বা নারকেলের পুর মুখে দিলেই মন ভরে যায়। যদিও মনে হয় এটা বানানো বেশ ঝামেলার কাজ, কিন্তু সঠিক রেসিপি জানা থাকলে বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় এই ঐতিহ্যবাহী পিঠে।
‘বর্ডার খুলে দেওয়া হোক’, অনুপ্রবেশ নিয়ে BSF-কে দায়ী করার পর ফের বিতর্কে দিলীপ!
১৯৪৭ সালের পরিস্থিতির সঙ্গে আজকের তুলনা করলেন বিজেপি নেতা।
Metro Service: মেট্রোয় কী হচ্ছে? বৃহস্পতিবারের পর শনিবারেও থমকে গেল পরিষেবা
Kolkata Metro Service: আবার মেট্রো বিভ্রাট। সপ্তাহন্তে থমকে গেল মেট্রো পরিষেবা। ফের একবার মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। এবার এমজি রোড। বৃহস্পতিবারই নেতাজি স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি, যার জেরে কয়েক ঘণ্টার জন্য থমকে যায় মেট্রো পরিষেবা।
দুর্লভ ‘গৌড়ীয় বৈষ্ণব অভিধান’এবার অনলাইনে, উদ্যোগী কলকাতা বিশ্ববিদ্যালয়
সম্প্রতি মহাবোধি সোসাইটিতে অন্তর্জাল উদ্বোধন উপলক্ষে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।
বিহারের ভরাডুবি থেকে শিক্ষা, ২০২৬-এর নির্বাচন নিয়ে তামিলনাড়ুতে প্রস্তুতি শুরু কংগ্রেসের
সিনিয়র নেতা পি চিদাম্বরম এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
SIR in Bengal: আমাদের উচিত রিঙ্কুর দেহ নিয়ে গিয়ে ধর্না দেওয়া: মহুয়া
Mahua Moitra on BLO Death: নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলার বিএলও রিঙ্কু তরফদারের মৃত্য়ু ঘিরে উঠে গিয়েছে হাজার প্রশ্ন। পেশায় পার্শ্বশিক্ষক রিঙ্কু নিজের 'শেষ চিঠিতে' লিখে গিয়েছেন প্রশাসনিক চাপের কথা। তাঁর 'পরিণতির জন্য কমিশন দায়ী', সেই কথাও স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন তিনি।
Suvendu Adhikari: জয় শ্রী রামে জোর নয়, জয় হিন্দ বলতে বাধা কোথায়?”, সংখ্যালঘুদের প্রশ্ন শুভেন্দুর
Suvendu Adhikari: আমরা জয় শ্রীরাম বলি। আপনি বলবেন না, কে বলেছে বলতে? কেউ চাপিয়ে দেয় নি। আমি হিন্দু মাথায় টিকা পরব। আপনি পরবেন না। কিন্তু সকলেই তো ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় হিন্দ তো বলতে পারি, বহরমপুর সাংগঠনিক জেলার ডাকে 'পরিবর্তন সংকল্প সভা' মঞ্চ থেকে এভাবেই সংখ্যালঘুদের বিশেষ বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ২২ টা আসনে এখানে তৃণমূলকে ক্ষমতায় এনেছিলাম। ২৬-এর নির্বাচনে তৃণমূল এই জেলা থেকে একটাও আসন জিততে পারবে না। আরও পড়ুন- “চাপ আর নিতে পারছি না”, ফের আত্মহত্যা BLO-র, “আর কত প্রাণ যাবে?”, ফুঁসছেন মমতা তৃণমূল সরকারের বিরুদ্ধে চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বহরমপুর সাংগঠনিক জেলার উদ্যোগে অনুষ্ঠিত হল বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’। এদিনের সভামঞ্চ থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভায় বক্তব্য রাখতে উঠে বিজেপি নেতার বক্তব্যে উঠে আসে মুর্শিদাবাদের অতীত রাজনৈতিক চিত্র। শুভেন্দু বলেন, “মুর্শিদাবাদ একসময় কংগ্রেসের দুর্গ ছিল। কিছু অঞ্চলে সিপিআইএম-এরও শক্ত অবস্থান ছিল। জেলাতেই বিজেপির বহু নেতা রাষ্ট্রবাদী আদর্শকে বাঁচিয়ে রেখেছেন। এই জেলায় মানুষ তৃণমূলকে কোনওদিনই পুরোপুরি গ্রহণ করেননি।” তাঁর অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পরও মানুষ তৃণমূলকে গ্রহণ করেনি। উন্নয়নের নামে বিভ্রান্তি ছড়িয়েছে তৃণমূল। আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: “কোথাও ১০০, কোথাও ৫০০! SIR নিয়ে তৃণমূলের নতুন ব্যবসা”, অধীরের চাঞ্চল্যকর দাবি তিনি আরও অভিযোগ করেন, গত এক দশকে তৃণমূল মুর্শিদাবাদে “ব্যবসার রাজনীতি করছে। জেলায় বোমা-বন্দুকের দাপট বেড়েছে। সাম্প্রদায়িকতার রাজনীতি মাথাচাড়া দিয়েছে। তাঁর দাবি, “সিপিএম আমলের চেয়েও খারাপ পরিস্থিতি এখন। গত পাঁচ বছরে এই জেলার উন্নয়ন কার্যত থমকে গেছে। ১২-১৪ লক্ষ যুবক পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয়েছে। বিজেপি-শাসিত রাজ্যগুলোতে গিয়ে কাজ করতে হচ্ছে তাঁদের।” রাজনৈতিক মহলের মতে, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে এই জনসভায় বিশেষ বার্তা দিলেন শুভেন্দু। কট্টর শুভেন্দু এদিন কিছুটা নরম সুরে সংখ্যালঘুদের উদ্দেশে বক্তব্য় রাখেন। তিনি স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থার দুরবস্থার কথাও তুলে ধরেন। তাঁর অভিযোগ, “হাসপাতালে ডাক্তার নেই, স্কুল-কলেজ থাকলেও সেখানে পড়ুয়া নেই। বাবা-মায়েরা বলছেন, মমতা থাকলে চাকরি হবে না। তাই তারা ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যেতে বাধ্য হচ্ছেন। শুভেন্দু আরও অভিযোগ করেন ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। নদীগুলোতে চলছে বালি লুঠ, ফলে নদীর অস্তিত্বই আজ বিপন্ন। ২ হাজারের বালি ১০ হাজারে কিনতে হচ্ছে।” সম্প্রতি রাজ্য সরকার টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে। এর ওপর জোর দিয়েছেন স্বয়ং পরিবহণমন্ত্রী। টোটো রেজিস্ট্রেশন নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বিরোধী দলনেতা বলেন, “টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সাধারণ মানুষের পেটে লাথি মারার জন্য। একেকটি রেজিস্ট্রেশনে তৃণমূলের ভাগে যাবে পাঁচ হাজার টাকা। আরও পড়ুন- Eastern Railway: যাত্রীদের সুবিধার্থে দুরন্ত পদক্ষেপ রেলের, দীর্ঘদিনের দাবি পূরণে আনন্দের বন্যা! তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকার হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলের জন্য কল্যাণমূলক প্রকল্প চালাচ্ছে, অথচ বাংলায় আয়ুষ্মান কার্ড চালুর অনুমতি দিচ্ছে না রাজ্য। তাঁর কথায়, “দেশের সব বড় হাসপাতালে আয়ুষ্মান কার্ড চলে, বাংলায় কেন চলবে না?” পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডে হাসপাতালগুলিতে বেড মেলেনা বলেও তোপ দাগেন তিনি। সভা শেষে তিনি হুঙ্কার ছুঁড়ে বলেন, “মুর্শিদাবাদে ২২টি আসনে তৃণমূলকে এনেছিলাম। এবার লক্ষ্য ২৬-এর বিধানসভা ভোট। শূন্যতে নামিয়ে আনব তৃণমূলকে।”
SIR in West Bengal: ২৫ নভেম্বর লাস্ট ডেট, SIR-র এই কাজ শেষ করতেই হবে…
SIR in West Bengal Update: দ্রুত ডিজিটাইজেশনের কাজ শেষ করতে চাইছে কমিশন। এর আগে এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রেও সময় এগিয়ে দেওয়া হয়েছিল। ১১ নভেম্বরের মধ্যে ফর্ম বিলির কাজ শেষ করতে বলা হয়েছিল। পরে বিএলও-দের চাপাচাপিতে সেই সময়সীমা বাড়ানো হয়। এবার ভোটারদের তথ্য আপলোডের ক্ষেত্রেও সময় বেঁধে দিল নির্বাচন কমিশন।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত জুলাই মাসে আচমকাই ইস্তফা দেওয়ার পর এই প্রথম জনসভায় বক্তব্য রাখলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি (Former Vice President) জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। তবে প্রায় চার মাস পর এই জনসভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। একবার ভ্রান্ত ধারণার চক্রব্যূহে (Chakravyuh) আটকে পড়লে বেরিয়ে আসা কঠিন বলে সতর্ক করেছেন ধনকর। শুক্রবার ভোপালে একটি বই […] The post Jagdeep Dhankhar | ‘ভ্রান্ত ধারণার চক্রব্যূহ…’, ইস্তফার ৪ মাস পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকরের appeared first on Uttarbanga Sambad .
Indian Football Team: 'আমরা এটারই যোগ্য...', বিস্ফোরক ভারতের তারকা ফুটবলার!!
Indian Football Team: গত সপ্তাহের ঘটনা। বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। এই ম্য়াচে ০-১ গোলে পরাস্ত হয় টিম ইন্ডিয়া। সেইসঙ্গে FIFA ব়্যাঙ্কিংয়েও তারা ১৪২ নম্বরে নেমে গিয়েছে। একটা সময় নিয়মিতভাবে ট্রফি জয় করত ভারতীয় ফুটবল দল। এমনকী, ব়্যাঙ্কিংয়ে ১০০-র কাছাকাছিও তারা পৌঁছে গিয়েছিল। তবে সেসব আজ অতীত। Indian Football FIFA Ranking: ভারতীয় ফুটবলের কালো অধ্যায়, ফিফা ব়্যাঙ্কিংয়ে কতটা নীচে নামল জানেন? উঠেছে একাধিক প্রশ্ন ভারতীয় ফুটবল দলের বর্তমান পারফরম্য়ান্স একাধিক প্রশ্ন খাড়া করেছে। ২০২৭ এএফসি এশিয়ান কাপের অন্তিম যোগ্যতা অর্জনকারী পর্বে একটাও ম্য়াচ জিততে পারেনি খালিদ জামিলের দল। যদিও এই গ্রুপে ভারতীয় ফুটবল দলের ব়্যাঙ্কই সকলের উপরে রয়েছে। সিঙ্গাপুর, হংকং এবং বাংলাদেশ - এই তিনটে দলই আপাতত FIFA ব়্যাঙ্কিংয়ে রয়েছে ভারতের নীচে। তা সত্ত্বেও ভারতই একমাত্র দল যারা গত ৫ ম্য়াচের মধ্যে একটাও জিততে পারেনি। Indian Football Team: 'সমালোচনা নয়, পাশে থাকুন...', ভারতীয় ফুটবল নিয়ে আজও আশাবাদী মেহতাব ভারতীয় ফুটবল দলের বর্তমান পারফরম্য়ান্স নিয়ে আপাতত সমালোচনার বন্যা বইতে শুরু করেছে। এই পরিস্থিতিতে পরাজয়ের যাবতীয় দায় গ্রহণ করলেন অধিনায়ক সন্দেশ ঝিংগান। Indian Football Team: ভারতের হয়ে খেলতে পারবেন না রায়ান উইলিয়ামস? নেপথ্যে এই ভয়ঙ্কর কারণ কী বললেন ভারত অধিনায়ক? তিনি বললেন, 'বর্তমানে ভারতীয় ফুটবল দলের পারফরম্য়ান্স নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা মাথা পেতে গ্রহণ করছি। এটা একেবারে যথাযথ। আমরা এটারই যোগ্য। জাতীয় ফুটবল দল হিসেবে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছি, সেটা খুব ভাল করে জানি। জাতীয় ফুটবল দল প্রত্যাশা অনুসারে পারফরম্য়ান্স করতে পারছে না। এর জন্য আমরাই দায়ী। আর আমরা খারাপ পারফরম্য়ান্স করছি বলেই, লিগও আপাতত থমকে রয়েছে।' Indian Football News Update: ভারত হারতেই পিঠ বাঁচাচ্ছেন খালিদ? দোষ চাপালেন ফুটবলারদের ঘাড়েই! সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা রয়েছে। আমাদের আরও ভাল পারফরম্য়ান্স করতে হবে। আর বেশি দায়বদ্ধ হতে হবে। কারণ হাল ছেড়ে চুপচাপ বসে থাকলে কোনও লাভ হবে না। আমরা আজও বিশ্বাস করি, আগামীদিনে ভারতীয় ফুটবলের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই কঠিন সময়েও যে সকল সমর্থকরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের একটাই কথা দিতে চাই। বিশ্বাস করুন, আমরা আবারও ঘুরে দাঁড়াব।'
ঘরোয়া ক্রিকেটে ১২৫ উইকেট, আইপিএল ফ্র্যাঞ্চাইজির ট্রায়ালে ডাক পেলেন কাশ্মীরি পেসার
গত মরশুমের রনজি ট্রফিতে তিনিই ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক।
ছবির গল্প দু’লাইনের, অভিঘাত সুদূরপ্রসারী, কেমন হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘ডিপ ফ্রিজ’?
আনন্দ-বিষাদের দিনলিপিতে অর্জুন আদ্যন্ত আধুনিক জীবনের আবেগ ধরেছেন।
Ayodhya Ram Mandir: দেশ-বিদেশ থেকে সবাই ছুটে আসছেন অযোধ্যার রাম মন্দিরে, ২৫ নভেম্বর কী হবে?
PM Modi-Ram Temple: ২০২০ সালে যেখানে ৬০ লাখ ভক্তের সমাগম হয়েছিল, সেখানেই ৫ বছর বাদে, ২০২৫ সালে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যেই ২৩ কোটি ভক্তের সমাগম হয়েছিল। ডিসেম্বরের মধ্যে ৫০ কোটি ভক্তের সমাগম হবে। উত্তর প্রদেশের ডিজিপিতেও বিশেষ অবদান রাখছে রাম মন্দিরে ভক্তের সমাগম।
SIR in Bengal: SIR খসড়া তালিকায় নাম না থাকলে কী করবেন?
West Bengal Voter List Special Revision: কমিশন আগেই জানিয়েছিল, এক মাস ধরে ফর্ম বিলি ও সংগ্রহ পর্বের পর প্রকাশিত হবে খসড়া তালিকা। যাঁরাই তাতে সেই ফর্ম পূরণ করবেন, তাঁদের নামই থাকবে খসড়া তালিকায়। সুতরাং চিন্তার কোনও কারণই নেই। কিন্তু এরপরেও যদি কারওর নাম না থাকে, তখন কী হবে?
Matua in Bengal: মতুয়া শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে এর আসল অর্থ। যার অর্থ মেতে থাকা বা মাতোয়ারা হওয়া। হরিনামে যিনি মেতে থাকেন বা মাতোয়ারা হন, তিনিই মতুয়া। মতুয়ারা মূলত একেশ্বরবাদে বিশ্বাসী। বৈদিক ক্রিয়াকর্মে বিশেষ বিশ্বাস নেই।
খসড়া তালিকায় নাম থাকা মানেই নিশ্চিন্ত? জেনে নিন কী হতে পারে…
এনুমারেশন ফর্ম পেয়েছেন। পূরণ করে বিএলও-কে জমাও দিয়েছেন। কিন্তু, চিন্তা হচ্ছে খসড়া তালিকায় নাম থাকা নিয়ে। কমিশন যেমন বলছে, খসড়া তালিকায় নাম না থাকলেও বৈধ ভোটারদের চিন্তার কোনও কারণ নেই। তেমনই, কাদের নাম খসড়া তালিকায় থাকবে তাও জানিয়েছে। কমিশন বলছে, এনুমারেশন ফর্ম পূরণ করে যাঁরা জমা দিয়েছেন, সবার নাম থাকবে খসড়া তালিকায়। আবার খসড়া তালিকায় নাম থাকলেই হিয়ারিংয়ের জন্য ডাকা হবে না, এমনটাও নয়। ২০০২ সালের তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা যে তথ্য জমা দিচ্ছেন, ইআরও-এর মনে হলে তাঁদের ডেকে পাঠাতেই পারেন। তখন ওই ১১টি নথির মধ্যে ১টি নথি দেখাতে হবে। এ ছাড়া ২০০২-এর তালিকায় যাঁদের নিজেদের নাম নেই ও পরিবারের কারও নাম নেই, তাঁদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন।
কীভাবে মৃত্যু মহিলা BLO-র? মুখ্যমন্ত্রী সরব হতেই নদিয়ার জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল কমিশন
সমাজমাধ্যমে ইতিমধ্যে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আদালতের নির্দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কীভাবে বাছবেন প্রধান উপদেষ্টা?
দশ ধাপে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই হবে।
ইডেন না গুয়াহাটি, কোন পিচে স্বচ্ছন্দ গম্ভীরের ভারত? ফাঁস করলেন সহকারী কোচ
কুলদীপ যাদবেরও ভূয়সী প্রশংসা করেছেন ভারতের সহকারী কোচ।
High Level Security Meeting in Chicken's Neck: বিশেষজ্ঞদের দাবি, চিকেনস নেক নিয়ে উদ্বিগ্ন দেশের নিরাপত্তা সংস্থাগুলি। মূলত দিল্লির ঘটনার পর যে জইশ নেটওয়ার্ক দেশের সামনে প্রকাশ্য়ে এসেছে তাই ভাবাচ্ছে গোয়েন্দা ও নিরাপত্তারক্ষীদের। পাশাপাশি, বাংলাদেশে বদলাচ্ছে আবহ। হাসিনাকে ফেরাতে রব উঠছে সেখানে। তার খানিকটা প্রভাব দেশের সীমান্তগুলিতে পড়তে পারে বলেই মত তাঁদের।
ভোট এগিয়ে আসছে, মুর্শিদাবাদে বাড়ছে বোমা উদ্ধার
দুয়ারে ভোট। নির্ঘণ্ট ঘোষণা হতে কয়েকমাস বাকি থাকলেও রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। আর ভোট যত এগিয়ে আসছে, তত বোমা উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদে। গত ৩ সপ্তাহে মুর্শিদাবাদের দুটি পুলিশ জেলায় প্রায় ২ হাজার বোমা উদ্ধার হয়েছে। এই নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। শুধু মুর্শিদাবাদ নয়। বীরভূমে উদ্ধার হচ্ছে বোমা। দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাকুড়িয়া ও বেলবুনি গ্রামের মাঝে একটি জঙ্গল থেকে ১৫টি তাজা বোমা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। এদিন সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াডের টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে।
বার বার টয়লেটে যেতে হয়? আপনার কিডনি ঠিক আছে তো!
এই কিডনি রক্তকে পরিশোধন করে, অতিরিক্ত তরল ও বর্জ্য পদার্থ বের করে দেয়। এছাড়াও, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আর এই কিডনিই যদি বিকল হয়ে যায়, তাহলে ঝুঁকির মুখে পড়ে। তাই চিকিৎসকরা বলেন, কিডনি সুস্থ রাখা অত্যন্ত জরুরি।
‘ভালো-মন্দ যাহাই আসুক’, শত ঝড়-ঝাপটা পেরিয়ে ‘সুইট সিক্সটিন’-এ শিল্পা-রাজের বিয়ে
'সারা জীবন আমরা একে অপরের সঙ্গে এভাবেই থাকব' রাজকে আদুরে বার্তা শিল্পার।
রাতে আলো জ্বেলে ঘুমোনোর অভ্যাস! হার্ট ও ডায়াবেটিসের রোগীরা সাবধান হোন
হার্ভার্ডের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য।
স্বর্ণ ব্যবসায়ী খুনে পুলিশ গ্রেফতার করতেই নেতার বিরুদ্ধে পদক্ষেপ তৃণমূলের
সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ীকে খুনে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এবারকোচবিহার ২ নম্বর ব্লকের ধৃত তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকারকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করল শাসকদল।শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন কোচবিহার জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক।সম্প্রতি সল্টলেকের সোনার ব্যবসায়ীকে খুনের ঘটনায় নাম জড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের। ওই খুনের ঘটনায় সহযোগী হিসেবে নাম উঠে আসে সজল সরকারের। পরে তাঁকে গ্রেফতার করা হয়। এদিন দলের তরফে সজল সরকারকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
সার্ভার সমস্যায় বাকি ১০০০ ফর্ম এন্ট্রি! দীর্ঘক্ষণ বিডিও অফিসে বসে অসুস্থ, কেঁদে ভাসালেন BLO
সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও।
‘দেখতে সুন্দর, কিন্তু মনটা…’ বউমা ঐশ্বর্যকে নিয়ে একী বললেন অমিতাভ?
এমনকী, নিন্দুকরা প্রথমে এই অশান্তির নেপথ্যে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের কথা বললেও, অমিতাভও যে অশান্তির আগুনে পারদ ঢালতে ওস্তাদ, তা বোঝা গেল সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতিতে। বাঁকা কথায়, অমিতাভ যে বউমা ঐশ্বর্যকেই খোঁচা দিয়েছেন, তা যেন স্পষ্ট অমিতাভের নতুন মন্তব্যে।
Chopra: প্রবল কাজের চাপ! অসুস্থ আরও এক BLO, হাসপাতালে বসেই চলছে SIR প্রক্রিয়া
উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের জাগিরবস্তির ১৮৮ নম্বর বুথের বিএলও মুস্তাফা কামাল। তিনি জানান, ৯১৮টি ফর্ম বিলি করেছেন তিনি। টানা কয়েকদিন ধরে বাড়ি-বাড়ি গিয়ে ফর্ম জমা নিতে হচ্ছে। তারপর রাত জেগে ফর্ম আপলোড করতে হয়।
রাতারাতি পথে বসিয়ে দিল Amazon, বছর শেষে কতজন চাকরি খোয়ালেন?
Amazon Layoff: আগামী বছর জানুয়ারি মাসে আরও এক ধাপে কর্মী ছাঁটাই করতে পারে অ্যামাজন। ৫০০-রও বেশি প্রোডাক্ট ম্যানেজার ও প্রোগ্রাম ম্যানেজারদের তাড়িয়ে দেওয়া হয়েছে। সিনিয়র ম্যানেজার ও প্রিন্সিপাল লেভেলের কর্মীদের ছাঁটাই করা হচ্ছে।
বানতলার চর্মনগরীতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ! জখম একাধিক শ্রমিক
কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয়।
vastu tips: বাস্তুশাস্ত্র অনুসারে ছোট কিছু নিয়ম মেনে চললে বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। বাড়ির প্রতিটি দিকের সঙ্গে বাস্তুশাস্ত্রের গভীর সম্পর্ক রয়েছে। তাই বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার সময় ঠাকুরঘর, রান্নাঘর, সিঁড়ি ও বাথরুম কোন দিকে রাখা হবে, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র মতে, সঠিক দিক নির্বাচন করলে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আসে। বাড়ির এই দিকে পূর্বপুরুষদের ছবি রাখবেন না, জীবন দুর্বিসহ হয়ে উঠবে বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির উত্তর-পূর্ব দিক ঠাকুর ঘরের জন্য সর্বোত্তম স্থান। এই দিকে দেব-দেবীর পূজা করলে পরিবারের সুখ ও শান্তি বৃদ্ধি পায়। তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা—ঠাকুর ঘর কখনই শোবার ঘর বা বাথরুমের পাশে হওয়া উচিত নয়, এতে অশুভ প্রভাব পড়তে পারে। রান্নাঘর কোথায় থাকবে, সেই বিষয়েও বাস্তুশাস্ত্রে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে। দক্ষিণ-পূর্ব দিক রান্নাঘরের জন্য সবচেয়ে মঙ্গলজনক বলে বিবেচিত হয়। এই দিকে রান্নাঘর থাকলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তবে রান্নাঘর কখনই বাথরুমের সংলগ্ন হওয়া উচিত নয়। কিশোর কুমার ছিলেন জীবনসঙ্গী, কিন্তু রুমা গুহঠাকুরতা প্রতিষ্ঠিত হয়েছিলেন নিজ গুণে অন্যদিকে, বাথরুম নির্মাণের ক্ষেত্রে উত্তর বা উত্তর-পশ্চিম দিক সঠিক ধরা হয়। বাস্তুশাস্ত্র মতে, দক্ষিণ, দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম দিকে বাথরুম হলে বাস্তু দোষ সৃষ্টি হতে পারে, যা পরিবারের আর্থিক স্থিতি ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ দক্ষিণ দিকে ভগবান কুবের ও দেবী লক্ষ্মীর অধিষ্ঠান বলে ধরা হয়। বাড়ির সিঁড়ি বসানোর ক্ষেত্রেও বাস্তু তন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক সিঁড়ি তৈরির জন্য শুভ বলে মনে করা হয়। এভাবে সিঁড়ি নির্মাণ করলে পরিবারের উন্নতি ও স্থিতি বজায় থাকে। তবে সিঁড়ি কখনই পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে হওয়া উচিত নয়, কারণ এতে বাস্তু ত্রুটি দেখা দিতে পারে। Vastu Tips: বাড়ির এই দিকে রাখুন হনুমানজির ছবি, একমাসেই 'ম্যাজিক' দেখুন বাস্তুশাস্ত্রের এই নির্দেশগুলি মানলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত থাকে এবং পরিবারে শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায়—এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।
Recruitment: একাধিক জেলায় শিশু কল্যাণ কমিটিতে সদস্য ও চেয়ারপার্সন নিয়োগ, কতদিন আবেদন করা যাবে?
Recruitment in Child welfare committees: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতটি জেলায় শিশু কল্যাণ কমিটির সদস্য নিয়োগ করা হবে। জেলাগুলি হল, বাঁকুড়া, হাওড়া, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কালিম্পং। প্রত্যেকটি জেলায় শিশু কল্যাণ কমিটির সদস্য হিসেবে চার জন করে নিয়োগ করা হবে। কালিম্পং ছাড়া বাকি ৬টি জেলায় শিশু কল্যাণ কমিটিতে এক জন করে চেয়ারপার্সন নিয়োগ করা হবে।
এক ফোনেই দুয়ারে পুলিশ! প্রবীণ নাগরিকদের জন্য হাওড়া পুলিশের হাতিয়ার ‘আশ্বাস’
অসুস্থতা থেকে এসআইআর সমস্যা, সব মুশকিল আসানে থাকছে 'আশ্বাস'।

15 C