প্রেম-রহস্যে ভরা রাজের প্রথম হিন্দি সিরিজ ‘জিদ্দি ইশক’-এর ট্রেলার, ‘পরিণীতা’র সঙ্গে কতটা মিল?
শুক্রবার প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার।
লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দোকানে ডাকাতির ছক! ২০ সেকেন্ডে ১৭ চড় খেলেন মহিলা ‘ডাকাত’
ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Richa Ghosh |রিচার মধ্যে নেতৃত্বের সম্ভাবনা দেখছে আরসিবি, বিক্রির পথে বিরাটদের ফ্র্যাঞ্চাইজি
মুম্বই: বিশ্বজয়ের জের। একের পর এক সংবর্ধনা ও উদযাপনের মধ্যেই নতুন গুরুদায়িত্ব চাপতে চলেছে শিলিগুড়ির রিচা ঘোষের কাঁধে। আগামী বছরের ডব্লিউপিএলের জন্য বৃহস্পতিবার চার ক্রিকেটারকে রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। অধিনায়ক স্মৃতি মান্ধানা, অজি অলরাউন্ডার অ্যালিসা পেরির সঙ্গে রয়েছেন রিচা। এবং রিচার মধ্যে যে ভবিষ্যতের অধিনায়ক হওয়ার সবরকম মশলা রয়েছে তা স্বীকার করে নিয়েছে […] The post Richa Ghosh | রিচার মধ্যে নেতৃত্বের সম্ভাবনা দেখছে আরসিবি, বিক্রির পথে বিরাটদের ফ্র্যাঞ্চাইজি appeared first on Uttarbanga Sambad .
High Blood Pressure Control: ওষুধ ছাড়াই দ্রুত কমান রক্তচাপ, কাজে লাগান এই ৫ সহজ উপায়!
High Blood Pressure Control: উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয়, কারণ এটি ধীরে ধীরে হার্টি, কিডনি আর মস্তিষ্কের ক্ষতি করে। কিন্তু আপনি কি জানেন—ওষুধ ছাড়াও জীবনযাত্রার কিছু পরিবর্তনের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব? থানের জুপিটার হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাঃ অমিত সরাফ বলেন, 'রক্তচাপ কমানোর সবচেয়ে কার্যকর তিনটি উপায় হল লবণ খাওয়া কমানো, শরীরচর্চা বাড়ানো, ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা।' এই পরিবর্তনগুলি ছোট মনে হলেও, এগুলি আপনার রক্তনালীগুলোকে শিথিল করে দেয় এবং হৃদপিণ্ডের ওপর থেকে চাপ কমায়। নিয়মিত এই নিয়মগুলো মেনে চললে এক সপ্তাহের মধ্যেই আপনি পার্থক্যটা টের পাবেন। ১. লবণ (Sodium) কমানোই মূল মন্ত্র অতিরিক্ত সোডিয়াম শরীরে জল ধরে রাখে এবং রক্তচাপ বাড়ায়। তাই প্যাকেটজাত খাবার, আচার, পাপড়, রুটি, রেস্তোরাঁর খাবার আর চাটনি খাওয়া কমান। এর পরিবর্তে বাড়িতে রান্না করা খাবার খান এবং অতিরিক্ত লবণ খাবারের পাতে নেওয়াটা বন্ধ করুন। শাকসবজি, ফল, ডাল, গোটা শস্যদানা এবং দুধের বিভিন্ন কম ফ্যাটযুক্ত খাবারে থাকা পটাসিয়াম কমায় সোডিয়ামের ক্ষতিকর প্রভাব। আরও পড়ুন- হজম থেকে চুলের জেল্লা, পান্তা ভাতের গুণ শুনলে অবাক হয়ে যাবেন! ২. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন দ্রুত হাঁটা রক্তনালীগুলোকে শিথিল করে এবং হৃদয়ের কর্মক্ষমতা বাড়ায়। অফিসে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। সকালে বা সন্ধ্যায় হালকা দৌড়ান। তাতে রক্তসঞ্চালন ভালো হবে। ডা. সরাফ বলেন, 'নিয়মিত হাঁটা আর হালকা ব্যায়াম করলে রক্তচাপ প্রায় ৫-৮ মিলিমিটার (mmHg) পর্যন্ত কমতে পারে।' আরও পড়ুন- একটি গানের দুটি শব্দ, কীভাবে ভারতের জাতীয় আন্দোলনের স্লোগান হয়ে উঠল বন্দে মাতরম? ৩. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন হার্টের ওপর চাপ ফেলে। মাত্র ৪-৫ কেজি ওজন কমলেও রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর পাশাপাশি পেটের চর্বি কমানো হল রক্তচাপ কমানোর সবচেয়ে কার্যকরী কায়দা। কারণ এতে শরীরের ইনসুলিন রেসপন্সও ভালো হয়। আরও পড়ুন- স্বাধীনতা আন্দোলনে 'চরমপন্থী ত্রয়ী'-র অন্যতম, গান্ধির সঙ্গে ছিল বিরোধ, স্মরণে বিপ্লবী নেতা বিপিন পাল ৪. ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন অল্প ঘুম বা অনিয়মিত ঘুম রক্তচাপ বাড়ায়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান। ঘুমের আগে মোবাইল বা টিভি দেখা বন্ধ করুন। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন মানসিক চাপ কমাতে সাহায্য করে। ডা. সরাফ বলেন, 'গভীর ঘুম ও মানসিক ভারসাম্য হার্টকে সুরক্ষা দেয়—এটি যেন ঠিক রক্তচাপের ক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধের মত কাজ করে।' আরও পড়ুন- দক্ষিণ কলকাতার রহস্যময় ডাকাত কালীবাড়ি, কাহিনি শুনলে পুরো গায়ে কাঁটা দেবে! ৫. ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন ধূমপান ও অতিরিক্ত মদ্যপান রক্তচাপ হঠাৎই বাড়িয়ে দেয়। ধূমপান বন্ধ করলে কয়েক দিনের মধ্যেই রক্তচাপের পার্থক্য দেখা যায়, কারণ রক্তনালী সেই সময় স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। ঘরে বসেই রক্তচাপ মেপে নিন বা মনিটর করুন ডিজিটাল BP মেশিন দিয়ে নিয়মিত রক্তচাপ মাপুন এবং রেকর্ড রাখুন। যদি রক্তচাপ ১৪০/৯০ এর ওপরে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। ডা. সরাফের পরামর্শ, 'লবণ কমানো, হাঁটা, ঘুম ও স্ট্রেস ম্যানেজমেন্ট—এই তিনটি অভ্যাস একসঙ্গে চালালে আপনি ওষুধ ছাড়াই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারবেন।' মোদ্দা কথা, রক্তচাপ নিয়ন্ত্রণের মূল তিনটি স্তম্ভ হল — লবণ কমানো, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক ভারসাম্য বজায় রাখা। এই অভ্যাসগুলি শুধু রক্তচাপই নয়, আপনার হৃদয়ের সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
‘স্বপ্নভঙ্গ-বিভ্রান্তিতে ভুগছেন’, দল নিয়ে ‘হতাশা’য় অভিজিৎকে নিশানা তৃণমূলের
বিজেপিতে যোগ দেওয়ার পর বছর ঘুরতেই 'বেসুরো' সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিশ্বকাপ জিতে ঘরে ফিরতেই উন্মাদনা, পরের লক্ষ্য জানিয়ে দিলেন রিচা
ভারতের মহিলা ক্রিকেট টিম প্রথমবার বিশ্বকাপ জিতেছে। আর সেই টিমের অন্যতম সদস্য শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। শেষদিকে তাঁর মারকাটারি ব্যাটিংয়ে ৩০০-র কাছে পৌঁছে গিয়েছিল ভারতের স্কোর। বিশ্বকাপ জেতার পর শুক্রবার শিলিগুড়িতে ফিরলেন ঘরের মেয়ে। তাঁকে ঘিরে এদিন আত্মহারা শিলিগুড়ির মানুষ। নিজের শহরে ফিরে তাঁর উত্থানের পিছনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের ধন্যবাদ জানালেন। আর এদিনই পরের লক্ষ্য জানিয়ে দিলেন রিচা। কী বললেন? জানিয়ে দিলেন, এবার তাঁর লক্ষ্য টি-২০ বিশ্বকাপ জয়। বিসিসিআই মেয়েদের ক্রিকেটের উন্নতির জন্য যে যে পদক্ষেপ করেছে, তারও প্রশংসা করলেন তিনি।
MS Dhoni: আগামী মরসুমেও আইপিএল খেলবেন ধোনি? মুখ খুললেন চেন্নাই কর্তা
CSK in IPL: এক সময় জাতীয় দল খেলা মহেন্দ্র সিং ধোনি এখন টিমের আনক্যাপড প্লেয়ার। তাঁর দাম এখন ৪ কোটি। দলে তাঁর থেকে অনেক দামি প্লেয়ার রয়েছন। তাতেও ধোনিকে কেন্দ্র করেই দল সাফল্যের নকশা তৈরি করে।
বাড়িতে অ্যাকোরিয়াম আনবেন? জেনে নিন বাস্তুমতে কোথায় রাখা শুভ
ফেংশুই মতে, বাড়িতে যেখানে সেখানে অ্যাকোরিয়াম রাখা অনুচিত।
বিশ বাঁও জলে আইএসএল! অনির্দিষ্টকালের জন্য অনুশীলন স্থগিত রাখল মোহনবাগান
কোনও সংস্থাই আইএসএলের টেন্ডারের জন্য বিড করেনি।
সক্রিয় তৃণমূল কর্মী নাকি বিজেপির বিএলএ! SIR আবহে অর্জুন-গড়ে নয়া ‘রাজনীতি’
তৃণমূল চাপ দিয়ে তাঁর মত বদল করিয়েছে বলে দাবি বিজেপির।
হাজার চেষ্টাতেও খুশকি যাচ্ছে না? এই এক নিয়মেই মাথা হবে পরিষ্কার
পাতাগুলি যেন ভাল করে পুড়ে তেলের সঙ্গে মিশে যায়। তার পর এই মিশ্রণ ভাল করে ছেঁকে নিয়ে চুলের গোড়ায় ভাল করে মালিশ করুন। আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা রাখুন। শ্যাম্পু দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই মিশ্রণ মাথায় লাগান।
মেরামতির জন্য ফের রবিবার সারাদিন বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে গাড়ি চলাচল?
হাওড়া সিটি পুলিশের তরফে এই কথা জানানো হয়েছে।
Alipurduar: দিনে-দুপুরে ঘর থেকে গায়েব সাত মাসের শিশু! মাঠে নামল স্নিফার ডগ, শুরু নাকা চেকিং
Child Theft: টনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আলিপুরদুয়ারের সাউথ চেচাখাতা এলাকায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, তাঁদের এলাকায় এ ধরনের ঘটনা আগে কোনওদিনই ঘটেনি। কিন্তু এবার একেবারে ঘর থেকে সাত মাসের ওই শিশুটিকে নিয়ে পালাল চোর। ঘটনাটি ঘটে এদিন দুপুর দু’টো নাগাদ।
সুস্থ ক্যাটরিনা ও সদ্যোজাত, তবুও কেন হাসপাতাল থেকে এখনই ছাড়া পাচ্ছেন না অভিনেত্রী?
কখন ভূমিষ্ঠ হয়েছে ক্যাটরিনার সন্তান? জানানো হল হাসপাতালের তরফে।
দুর্গাপুরঃ এসআইআর প্রক্রিয়ার জন্য বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম নিলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। শুক্রবার তিনি দুর্গাপুরের বাড়িতে বসে সেই ফর্ম পূরণ করে জমা দেন বিএলওর হাতে। বিএলওর সঙ্গে ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস। এদিন সাংসদ বলেন, ‘আমি এখানে নতুন ভোটার হয়েছি। এখানে এখনও ভোট দিইনি। এদিন আমাকে এনুমারেশন ফর্ম দেওয়া হল। আমি ২০০২ […] The post MP Kirti Azad | এসআইআর নিয়ে দলনেত্রীর উদ্বেগের সঙ্গে সহমত! এনুমারেশন ফর্ম নিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ appeared first on Uttarbanga Sambad .
বয়স বাধাই নয়! হাঁটা প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে সোনা জিতে নজির কালনার ৮২ বছরের ‘তরুণী’র
সুঠাম শরীরের পাশাপাশি মনের জোরে যে কোনও কম বয়সি প্রতিযোগীকে অনুপ্রেরণা জোগাতে পারেন।
Cooch Behar |সব ধর্মের উৎসব রাসমেলা
কোচবিহার: আমিনুর হোসেন, রাসচক্র নির্মাতা। আমি একজন মুসলিম পরিবারের সন্তান। তবে জন্মের পর থেকেই বাড়িতে দেখে এসেছি লক্ষ্মীপুজোর পর থেকে এক মাস নিরামিষ খেয়ে রাসচক্র নির্মাণ করতেন বাবা। এমনকি আমরা পরিবারের সকলেই নিরামিষ খেতাম। একদম ছোটবেলায় অবশ্য এসব রীতিনীতি কিছুই বুঝতাম না। বাবা রাসচক্র তৈরি করতেন, আর আমি তাঁর পাশে ছোটাছুটি করতাম। যখন একটু বড় […] The post Cooch Behar | সব ধর্মের উৎসব রাসমেলা appeared first on Uttarbanga Sambad .
এলজেপি সাংসদের দুই তর্জনীতেই কালির দাগ! ‘জালিয়াতির’বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা
'কে এর তদন্ত করবে?' প্রশ্ন আরজেডি নেত্রীর।
Alipurduar |বিএলও, তাই স্কুলে দেখা নেই
আলিপুরদুয়ার: খাতায়-কলমে এসআইআর-এর কাজ চালু হয়ে গেলে কী হবে, জেলাজুড়ে তো ফর্মের আকাল। তাই এনুমারেশন ফর্ম বিলির কাজও হোঁচট খাচ্ছে। তবে ফর্ম থাকুক আর না থাকুক, ফর্ম বিলি করার কাজ রয়েছে বলে কারণ দেখিয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন অনেক বিএলও’র দায়িত্ব পাওয়া শিক্ষক। প্রশ্ন উঠছে, বিএলও হিসেবে দায়িত্ব পেলে কি তাঁর পেশাগত দায়িত্ব থেকে […] The post Alipurduar | বিএলও, তাই স্কুলে দেখা নেই appeared first on Uttarbanga Sambad .
Alipurduar |মাথায় হাত কৃষকদের অকালবৃষ্টিতে, আঁটিতেই অঙ্কুরিত ধান
রাঙ্গালিবাজনা: সপ্তাহখানেক আগে মন্থা’র প্রভাবে বৃষ্টি এবং প্রবল হাওয়ায় মাদারিহাট-বীরপাড়া ব্লকে বিঘার পর বিঘা জমির ধান গাছ মাটিতে নুয়ে পড়ে। প্রায় তিন-চারদিন জমিতে জল দাঁড়িয়ে ছিল। ওই ধান গাছগুলি ছত্রাকে আক্রান্ত হয়েছে। এছাড়াও বৃষ্টি শুরু হওয়ার আগে অনেকেই পাকা ধান কেটে আঁটি বেঁধে জমিতে শুকানোর জন্য রেখেছিলেন। জলে ডুবে থাকায় আঁটিতেই অঙ্কুরিত হয়েছে ধান। মাথায় […] The post Alipurduar | মাথায় হাত কৃষকদের অকালবৃষ্টিতে, আঁটিতেই অঙ্কুরিত ধান appeared first on Uttarbanga Sambad .
IND vs AUS 5th T20I, Playing XI: বাদের খাতায় তারকা ক্রিকেটার! চরম সিদ্ধান্ত নিতে চলেছেন সূর্যকুমার
Abhishek Banerjee: জন্মদিনে বিশেষ উপহার ডায়মন্ড হারবারবাসীর জন্য— অভিষেক আনলেন ‘সেবাশ্রয় ২’
Abhishek Banerjee Birthday: জন্মদিনে 'সেবাশ্রয় ২' প্রকল্পের ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ শুক্রবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি জানিয়েছেন আগামী ডিসেম্বর মাস থেকেই ফের একবার ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয়' স্বাস্থ্য শিবির চালু হয়ে যাবে। এই পর্বে আগামী জানুয়ারি মাস পর্যন্ত এই শিবির চলবে। ফের একবার নিখরচায় স্বাস্থ্য পরিষেবা পাবেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ। আজ শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আজ জন্মদিনের সকালে অভিষেক এক্স পোস্টে লিখেছেন, সকলের জন্য সহজলভ্য এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে সেবাশ্রয়ের ধারণা তৈরি হয়েছিল। করুণার চেতনা এবং মানবতার সেবার কর্তব্যের দ্বারা পরিচালিত হয়ে, আমি গত বছর সেবাশ্রয় চালু করেছিলাম যাতে কেবল ডায়মন্ড হারবারের মানুষই নয়, বরং সমগ্র বাংলার অগণিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া যায়। আরও পড়ুন- West Bengal News Live Updates: সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস তিনি আরও লিখেছেন, সেবাশ্রয় যাদের সেবা করতে চেয়েছিল তাদের জন্য যত্ন, বিশ্বাস এবং আশ্বাসের এক বিশ্বস্ত প্রতীক হয়ে উঠেছে, এটি আমাকে গভীর তৃপ্তিতে ভরিয়ে দেয়। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সেবাশ্রয় ফিরে আসবে, এবং আজ, সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। Sebaashray was conceived with the vision of upholding the fundamental right to accessible and quality healthcare for all. Guided by the spirit of compassion and the duty of service to humanity, I had launched Sebaashray last year to extend free medical care not only to the people… pic.twitter.com/bymkPpZH2I — Abhishek Banerjee (@abhishekaitc) November 7, 2025 আরও পড়ুন- Banglar Mati Banglar Jol: ‘বাংলার মাটি, বাংলার জল’ এখন রাজ্যগান! স্কুলে গাইতেই হবে প্রতিদিন সকালে ১ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু করে, সেবাশ্রয় আবারও ডায়মন্ড হারবারের মানুষের জন্য তার দরজা খুলে দেবে, ২২ জানুয়ারী ২০২৬ পর্যন্ত চলবে, যা ২৪ থেকে ৩০ জানুয়ারী ২০২৬ পর্যন্ত একটি মেগা ক্যাম্পের মাধ্যমে শেষ হবে। প্রতিটি ক্যাম্প সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত চালু থাকবে। সেবা, সহানুভূতি এবং দুস্থদের যত্নের নীতিতে নোঙর করে, সেবাশ্রে ফিরে আসে, আরও শক্তিশালী, তার নাগালের দিক থেকে আরও বিস্তৃত, এবং প্রতিটি অভাবী ব্যক্তির সেবা করার লক্ষ্যে অবিচল।সকলের সুস্বাস্থ্য, আমাদের অঙ্গীকার। আরও পড়ুন- ED raid: রেস্তোরাঁর আড়ালে নারী পাচার ও টাকা নয়ছয়? একযোগে কলকাতার সাত জায়গায় ইডির তল্লাশি
ট্যাবলেট নয়, এই মোরব্বাতেই উপচে পড়বে Vitamin C, তৈরি করুন বাড়িতেই
ভিটামিন C কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বক টানটান, উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে। এটি দাগ-ছোপ ও বলিরেখা কমাতেও ভূমিকা রাখে। কাটাছেঁড়া, ঘা বা পোড়া জায়গা দ্রুত সারাতে ভিটামিন C সহায়তা করে, কারণ এটি নতুন টিস্যু তৈরি ও কোলাজেন গঠনে প্রয়োজনীয়।
দূষণের কবলে সোনাঝুরি! জনপ্রিয় হাট স্থানান্তরের ভাবনা রাজ্য সরকারের
শুক্রবার সিনার্জিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কথায় মিলল ইঙ্গিত।
চিতাবাঘ-হাতির হানার আতঙ্ক নিয়েই উত্তরবঙ্গের বাড়ি বাড়ি বিএলওরা, আশ্বস্ত করছেন বনকর্মীরা
নিরাপত্তার জন্য বনদপ্তরের তরফেও পদক্ষেপ করা হয়েছে।
জয়ের সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝেই হাসপাতালে মাহি, হঠাৎ কী হল অভিনেত্রীর?
হঠাৎ কী হল অভিনেত্রীর?
Howrah Train Cancel: আবার ১১টি ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, তালিকায় কোন কোন লোকাল দেখে নিন
Local Trains cancelled: এই সমস্ত ট্রেন বাতিলের পাশাপাশি 37365 হাওড়া–আরামবাগ লোকালের যাত্রাপথ সংক্ষেপিত করা হচ্ছে। ওইদিন ওই ট্রেনটি আরবাগের পরিবর্তে তারকেশ্বর পর্যন্ত যাবে। একইসঙ্গে সময়সূচিতেও পরিবর্তন হচ্ছে বেশ কিছু ট্রেনে।
Orange Pudding: শীতের লোভনীয় ডেজার্ট, ঝটপট জেনে নিন কমলালেবুর পুডিং এর রেসিপি
শীতকাল মানেই টাটকা কমলালেবুর অফুরন্ত জোগান। আর এই সময়টায় বাঙালি বাড়িতে রসনার তৃপ্তি মেটাতে মিষ্টিমুখ তো চাই-ই চাই! চিরাচরিত মিষ্টির বাইরে গিয়ে যদি নতুন কিছু চেখে দেখতে চান, তবে কমলালেবুর পুডিং বানাতে পারেন।
TMC News: ‘TMC: তৃণমূল কর্মীরা এখনও লাঠি ধরতে ভুলে যায়নি’, তৃণমূল নেতার হুংকার শুনুন
বক্তব্য রাখতে উঠে শেখ হামিদ বিধায়কের উদ্যেশ্যে বলেন, “ধমক চমক দেবেন না। তৃণমূল কর্মীরা লাঠি ধরতে ভুলে যায়নি।” একদম পরিষ্কার হুমকি দিলেন তিনি। তবে তৃণমূলের ব্লক সভাপতির এই হুমকির পাল্টা বিজেপি বিধায়কের কটাক্ষ, ইট মারলে পাটকেল খেতে হবে। সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার ইন্দাসেও এসআইআর-এর ফর্ম বিতরণ শুরু হয়েছে।
‘ষড়যন্ত্রের শিকার’, অন্তরাল থেকে বেরিয়ে স্বমেজাজে রাজগঞ্জের ‘দাবাং’বিডিও
তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিডিও।
Enumeration Form: মুখ্যমন্ত্রীর কি ফর্ম ফিলাপের দরকার আছে? কী বলছে কমিশনের নিয়ম?
Enumeration form for CM: মঙ্গলবারই 'এসআইআর আতঙ্কের' প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করেছে তৃণমূল। একইসঙ্গে শাসকদল হুঁশিয়ারি দিয়েছে, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে প্রতিবাদে রাস্তায় নামবে তারা।
Bratya Basu: ‘বিজেপি পরিকল্পনামাফিক ভুল তথ্য প্রচার করছে’, মুখ খুললেন ব্রাত্য
বিতর্কের শুরু হয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য থেকে। কংগ্রেস নেতা বিধুভূষণ দাস বারাক উপত্যকায় শ্রীভূমিতে জেলা কংগ্রেসের একটি সভাতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানের প্রথম দুই লাইন গান। যেহেতু এটি বাংলাদেশের জাতীয় সংগীত তাই হিমন্ত বিশ্বশর্মা ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহর মামলা করার নির্দেশ দেন।
আর দূরে নেই ‘মহাকাশের আগন্তুক’! মঙ্গলের কাছে দেখা দিল রহস্যময় 3I/ATLAS
ওই ধূমকেতু কি আসলে ভিনগ্রহীদের যান?
চিকেন নয়, সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন চিংড়ি মাঞ্চুরিয়ান
লঙ্কা ও রসুন কুচিয়ে রাখুন। আনাজগুলো কুচিয়ে নিন। ধুয়ে জল ঝরিয়ে রাখুন। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে থেঁতো করে আনাজগুলোর সঙ্গে মেশান। ময়দা, দুধ, গোলমরিচ, নুন ও সয়া সস এই চিংড়ি ও আনাজের সঙ্গে ভালো করে মেখে নিন। কড়াইতে তেল গরম করে বড়ার মতো করে ভেজে তুলুন।
Raiganj: এবার OTP দিলে টাকা নয়, কী বদলে গেল জানেন?
প্রতিদিন নতুন-নতুন প্রতারণার কায়দা সামনে আসে। এবার OTP জালিয়াতিতে বদলে গেল আস্ত একটি লরির মালিকানা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। জানা গিয়েছে, করণদিঘি থানা এলাকার বাসিন্দা এজারুল হক। তাঁর অভিযোগ,তার WB 59C/6034 নম্বরের লরি ছিনতাই হয়। এরপর গত ১৮ অক্টোবর রাতে রায়গঞ্জের পানিশালা এলাকায়।
‘পরমাণু অস্ত্রের কালোবাজারি’, ট্রাম্পের মন্তব্য হাতিয়ার করে পাকিস্তানকে বিঁধল ভারত
কী বলল বিদেশ মন্ত্রক?
SIR in Bengal: এনুমারেশন ফর্ম বিলিতে দিকে দিকে ‘বেনিয়ম’! জেলাশাসকদের কাছে গেল কমিশনের কড়া বার্তা
Enumeration Forms: সম্প্রতি, যোধপুর পার্কে আকাশ দাস নামে এক বিএলও-কে দেখা যায় তিনি রাস্তার পাশে চায়ের দোকানে বসে ফর্ম বিলি করছেন। দুর্গাপুরেও দেখা গিয়েছে কার্যত একই রকমের ছবি। সেখানেও বাসস্ট্যান্ডে বসে ফর্ম বিলি করতে দেখা যায় এক বিএলও-কে।
Mohammed Shami Controversy: সুপ্রিম কোর্টে 'বড় ধাক্কা' হাসিনের, এবার কী করবেন সামি পত্নী?
আগামী মরশুমেও আইপিএল খেলবেন ধোনি? মুখ খুললেন সিএসকে কর্তা
হাঁটুর চোটও ভোগাচ্ছে মাহিকে।
Maheshtala: মহিলা বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মার, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর
অভিযোগ,সেই সময় মেলাঘাটা রেল লাইনের ধারে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের লোকজন তাঁকে রাস্তার মধ্যে ফেলে বেধড়ক মারধর করেন। মাথা রাস্তায় ঠুকে দেওয়া হয়। হাত-মুচড়ে দেওয়া হয়। চুলের মুঠি ধরে মারধর করে পাঁচ থেকে ছয় জন মিলে। এরপরতাঁকে সেখানেই ফেলে রেখে চলে যান। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মহেশতলা থানায়।
ঘন ঘন মুড সুইং! ‘সাইলেন্ট স্ট্রোকে’আক্রান্ত নন তো আপনি?
সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় উঠে এসেছে নয়া তথ্য।
‘রক্তের সম্পর্কের থেকেও তুমি বেশি’, ঋতুপর্ণাকে জন্মদিনে খোলা চিঠি শ্রীময়ীর
ঋতুপর্ণাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আর কী লিখলেন শ্রীময়ী?
আজই SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ, কীভাবে জানবেন প্রাপ্ত নম্বর?
গত ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের শিক্ষক নির্বিঘ্নে নিয়োগ পরীক্ষা নেয় এসএসসি।
Malda: মুদি দোকানের সামনে বসে এনুমারেশন ফর্ম বিলি! BLO-র বিরুদ্ধে উঠল হুমকিরও অভিযোগ
Malda BLO: অভিযোগ, পাচলা বুথের বিএলও মোস্তাদ প্রথম ও দ্বিতীয় দিন মুদিখানার সামনে বসে ফর্ম বিতরণ করেছেন বিএলও মোস্তাদ হোসেন। ফর্ম নিতে সেখানে শতাধিক মানুষ ভিড় জমান। প্রচুর উদ্বিগ্ন ভোটারের ভিড় জমে যাওয়ায় শুরু হয় বিশৃঙ্খলা।
‘জামাতের গণভোট দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র’, ফুঁসে উঠল বিএনপি
বিএনপির সাফ দাবি, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে।
বেতন ১৮ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার! ৫ বছরে তথ্যপ্রযুক্তি কর্মীর আয়বৃদ্ধিতে বিস্মিত নেট ভুবন
কীভাবে হল অসাধ্যসাধন, জানাচ্ছেন ওই কর্মী।
Malda |মুদির দোকানে বসে এসআইআরের ফর্ম বিলি! অভিযোগ পেয়ে বিএলওকে সতর্ক করল প্রশাসন
হরিশ্চন্দ্রপুর: বছর ঘুরলে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) (SIR)। আর এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে বিতর্কের শেষ নেই। কোথাও অমিল এসআইআরএর ফর্ম, কোথাও বা রাজনৈতিক দলের প্রভাব খাটানোর অভিযোগ বিএলও’দের ওপর। পাশাপাশি গ্রামের কোনো প্রভাবশালী ব্যক্তির বাড়ির সামনে বা রাজনৈতিক নেতার আড্ডা থেকেও ফর্ম বিলির […] The post Malda | মুদির দোকানে বসে এসআইআরের ফর্ম বিলি! অভিযোগ পেয়ে বিএলওকে সতর্ক করল প্রশাসন appeared first on Uttarbanga Sambad .
সরকারের দেওয়া ডেডলাইন!এই কাজ না করলেই নিষ্ক্রিয় হবে প্যান কার্ড
৩১ ডিসেম্বরের মধ্যে প্যান-আধার লিঙ্ক বাধ্যতামূলক, না হলে নিষ্ক্রিয় হবে কার্ড — জানুন কীভাবে অনলাইনে চেক ও লিঙ্ক করবেন? আধার কার্ড এখন প্রতিটি নাগরিকের জন্য অপরিহার্য পরিচয়পত্রে পরিণত হয়েছে। সরকারি সুবিধা গ্রহণ থেকে শুরু করে আর্থিক কাজকর্ম—সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন পড়ে। তাই, সরকার এবার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। অতীতে এই সময়সীমা একাধিকবার বাড়ানো হলেও, এবার সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে—৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে সমস্ত প্যান কার্ডধারীদের তাদের আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করতে হবে। সরকারি নির্দেশ অনুযায়ী, যারা নির্ধারিত সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক করবেন না, তাঁদের প্যান কার্ড ১ জানুয়ারি, ২০২৬ থেকে নিষ্ক্রিয় (inactive) হয়ে যাবে। অর্থাৎ, এরপর সেই কার্ড কোনো আর্থিক বা সরকারি কাজে ব্যবহার করা যাবে না। তাই এখনও যারা নিশ্চিত নন যে তাঁদের আধার ও প্যান লিঙ্ক হয়েছে কিনা, তাঁদের জন্য নিচে সহজ ধাপে জানানো হলো কীভাবে তা পরীক্ষা করবেন এবং প্রয়োজনে কীভাবে অনলাইনে লিঙ্ক করবেন। অনলাইনে প্যান-আধার লিঙ্কের স্টেটাস পরীক্ষা করার ধাপ ১. প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট খুলুন — https://www.incometax.gov.in/iec/foportal/ ২. হোমপেজে বাম দিকে নিচে থাকা ‘Link Aadhaar Status’ অপশনটিতে ক্লিক করুন। ৩. নতুন পেজে আপনার PAN নম্বর ও Aadhaar নম্বর দিন। ৪. তথ্য প্রবেশের পর সাবমিট করুন, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি জানতে পারবেন আপনার প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা। SMS-এর মাধ্যমে প্যান-আধার লিঙ্ক স্ট্যাটাস জানার উপায় ১. আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন — UIDPAN । ২. এই বার্তাটি পাঠান ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে। ৩. কিছুক্ষণের মধ্যেই আপনি একটি রিপ্লাই পাবেন, যেখানে জানানো হবে আপনার প্যান ও আধার লিঙ্ক হয়েছে কিনা। সরকারের এই নিয়মের ফলে ভবিষ্যতে ট্যাক্স সংক্রান্ত কাজ আরও সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে। তাই যারা এখনও লিঙ্ক করেননি, তারা দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করে নিন। আরও পড়ুন- FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন “মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও তিন সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে? চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ ‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে
আপনার প্রিয়তমার হৃদয়জুড়ে শুধু আপনিই তো? বুঝে নিন এই ৯ আচরণে
এভাবেই বুঝে নিন মনের কথা।
Rituparna Sengupta Birthday Celeberation: ৭ নভেম্বর টলি ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন। আজকের দিনটা কাজের মধ্যে দিয়েই কাটালেন অভিনেত্রী। লালা রঙের সালোয়ার কামিজের সঙ্গে মানানসই রূপটান, গয়নাতে সকলের মধ্যমণি ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর জন্মদিন উপলক্ষে মিলেনিয়াম পার্কে গঙ্গাবক্ষে এক প্রমোদতরীতে আতসবাজি ফাটিয়ে, কেক কেটে ঋতুপর্ণার জন্মদিন উদযাপিত হয়েছে। তারকা সমাবেশে একেবারে জন্মদিন জমজমাট। তাঁর জন্য পাল তুলে দে গান ধরেছিলেন মদন মিত্র। কণ্ঠ মিলিয়েছেন ইমন চক্রবর্তীও। বাদ যায়নি সায়নী ঘোষও। তিনি অবশ্য ঋতুপর্ণার জন্য অন্য একটি গান গেয়েছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত ক্রুজে উপস্থিত হয়েই চারিদিক যেন একেবারে ঝলমল করে উঠল। সিনেমার চরিত্রের কোলাজে তৈরি সুন্দর কাস্টোমাইজড কেক কেটে পরিচালক সহ টিমের বাকি সদস্যদের খাইয়ে দিলেন বার্থডে গার্ল। ঋতুপর্ণার থেকে কেক খেয়ে খুশিতে ডগমগ মদন মিত্র বলেন, 'ঋতু পরিবর্তন হয় কিন্তু আমাদের প্রিয় ঋতুর কোনও পরিবর্তন নেই।' সায়নী ঘোষও ঋতুপর্ণাকে জড়িয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সংগীতশিল্পী ইমনের জন্য লাকি চার্ম ঋতুপর্ণা। প্রাক্তনর সুপারহিট গান তুমি যাকে ভালবাস-এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি ইমনকে। ঋতুপর্ণার জন্য কম বেশি যে গানই গেয়েছেন তা শ্রোতাদের হৃদয়ে গেঁথে রয়েছে। আরও একবার লক্ষ্মীকান্তপুর লোকালে গান গাওয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন ইমন চক্রবর্তী। ঋতুপর্ণার জন্মদিনেই লঞ্চ হল এই ছবির গান 'সোনা বন্ধু রে'। আরও পড়ুন মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই তাই মনে হয় জীবনটা রান্নাবাটির মতো খেলার ছলে কাটিয়ে দিলেই তো ভাল: সোহিনী জন্মদিনে একরাশ আনন্দের মাঝেও কিছুটা ভারাক্রান্ত মন। কারণ মা-বাবা ছাড়া প্রথমবার ঋতুপর্ণার জন্মদিন সেলিব্রেশন। তিনি কখন শহরে আর কখন কলকাতার বাইরে থাকেন বোঝা দায়! এবারে জন্মদিনে সিনেমার প্রয়োজনে শহরে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাই মায়ের কথা আরও বেশি মনে পড়ছে। আবেগপ্রবণ কণ্ঠে বলেন, 'পরিবার ছাড়াও আরও কত আত্মীয়-বন্ধুবান্ধব আছেন সেটা এখানে এসে উপলব্ধি করলাম। গতবার জন্মদিনেই মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল। আমাকে হ্যাপি বার্থ ডে বলার পরই জ্ঞান হারিয়েছিল।' আরও পড়ুন মা নেই তবুও আজ মায়ের নম্বরেই মেসেজ করলাম, 'হ্যাপি মাদার্স ডে': ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণার জন্মদিনে গঙ্গাবক্ষের প্রমোদতরীতে ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছিল। এর নেপথ্যে কী কারম সেটার জন্য সিনেমা দেখতে হবে। এমনটাই বলেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। নিজের হাতে মাছে তেল, নুন, হলুদ মাখিয়ে ভেজেছেন বার্থডে গার্ল। আর সায়নী ঘোষ বানিয়েছেন ইলিশ ভাপা। ইলিশ মাছ ভাজতে গিয়েও মায়ের জন্য মন কেমন ঋতুপর্ণার। ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে নিয়ে বলেন, 'মা ইলিশ খুব ভালবাসত। অসুস্থ হওয়ার পর ইলিশ মাছ খাওয়ার কথা খুব বলত।' সুখ-দুঃখ ভাগাভাগির মাধ্যমেই জন্মদিন পালন করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আরও পড়ুন 'মিসেস সেন' হয়েছি তবে 'ম্যাডাম সেনগুপ্ত' হব সত্যিই কখনও ভাবিনি: ঋতুপর্ণা সেনগুপ্ত
চারঘণ্টা লাইনে পড়ে দেহ, উপর দিয়ে চলে গেল পরপর ট্রেন! অমানবিকতার ছবি হাওড়ায়
জিআরপি ও রেল পুলিশের মধ্যে চলল টানাপোড়েন।
Alipurduar |ফর্ম পূরণ করতে পারবে পরিবারও, পরিযায়ীদের স্বস্তি দিল নির্বাচন কমিশন
অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: এসআইআর ঘোষণা হতেই চিন্তায় ছিলেন পরিযায়ী শ্রমিকরা। যাঁরা ভিনরাজ্যে গিয়ে কাজ করছেন, তাঁদের এসআইআরের জন্য এনুমারেশন ফর্ম কি বাড়িতে এসে পূরণ করতে হবে? এই প্রশ্ন অনেকেই করছিলেন। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে (Alipurduar) সেই বিষয়টি পরিষ্কার করে দিলেন রাজ্য মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজকুমার আগরওয়াল। তিনি বলেন, ‘কোনও বৈধ ভোটার এসআইআরে বাদ যাবেন না। সবার নাম […] The post Alipurduar | ফর্ম পূরণ করতে পারবে পরিবারও, পরিযায়ীদের স্বস্তি দিল নির্বাচন কমিশন appeared first on Uttarbanga Sambad .
গাব্বায় সিরিজ জয়ের সামনে ভারত, বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে, কামব্যাক হবে সঞ্জুর?
ব্রিসবেনে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।
SIR-র আবহে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক মুখ্যসচিবের, দিলেন বড় বার্তা
Chief Secretary meeting with District magistrates: এদিন মুখ্যসচিব জেলাশাসকদের বার্তা দেন,SIR-র জন্য বিশেষ করে গরিব মানুষের প্রকল্পের সুবিধা পেতে যেন কোনও সমস্যা না হয়। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।বিশেষ করে বাংলা বাড়ি প্রকল্পের কাজের অগ্রগতি খুঁটিয়ে দেখতে বলা হয়েছে। নবান্ন সূত্রের খবর, গ্রামাঞ্চলের গরিব মানুষ যাতে বাংলা বাড়ি বা আবাস যোজনা থেকে বঞ্চিত না হয়। প্রকৃত প্রাপকরাই যেন বাড়ি পায়, তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যসচিব।
IND vs AUS 5th T20I, Weather Update: ভয়ঙ্কর বৃষ্টির চোখরাঙানি! ভেস্তে যাবে পঞ্চম টি-২০ ম্যাচ?
India vs Australia: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের পঞ্চম ম্যাচটি আগামী ৮ নভেম্বর ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হবে। চলতি সিরিজে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। এই পরিস্থিতিতে পঞ্চম ম্যাচে আবহাওয়ার মেজাজ (Weather Update) কেমন থাকবে, তা নিয়ে ইতিমধ্যে সমর্থকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসুন, এই ম্য়াচের ওয়েদার রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। IND vs AUS, 5th T20I: টিম ইন্ডিয়ার সামনে এবার 'ভয়ঙ্কর' চ্যালেঞ্জ, ঘুম উড়েছে সূর্যকুমারের কেমন থাকবে আবহাওয়ার মেজাজ? আগামী ৮ নভেম্বর ব্রিসবেনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৬৩ শতাংশ। ম্য়াচ চলাকালীন প্রতি ঘণ্টায় ১৬ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। মোদ্দা কথা, খেলা চলাকালীন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ম্য়াচ হয়ত কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে। Ind vs Aus Highlights Cricket Score, 4th T20I: ৪৮ রানে জয়ী ভারত, সিরিজে এগোল ২-১ ব্যবধানে কবে-কোথায় দেখবেন এই মহারণ? ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত পঞ্চম টি-২০ ম্য়াচটি শনিবার অর্থাৎ ৮ নভেম্বর খেলা হবে। ভারতীয় সময় অনুসারে, দুপুর ১টা বেজে ১৫ মিনিটে টসের আয়োজন করা হবে। তবে ম্য়াচ শুরু হবে দুপুর পৌনে দুটোয়। ভারত থেকে এই খেলাটি আপনি স্টার স্পোর্টস নেটওয়ার্কে উপভোগ করতে পারবেন। আর অনলাইন স্ট্রিমিং JioHotstar অ্যাপ এবং ওয়েবসাইটে করা হবে। IND vs AUS 4th T20I, Shubman Gill Batting: খাদের মুখে 'মহার্ঘ্য' ৪৬ রান! আপাতত ফাঁড়া কাটল শুভমানের? দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ ম্য়াচটি গত ৬ নভেম্বর আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। ভারতীয় ক্রিকেট দলের হয়ে সর্বাধিক রান করেন শুভমান গিল। তিনি ৩৯ বলে ৪৬ রান করেছিলেন। এছাড়া অক্ষর প্যাটেল ১১ বলে ২১ রানের ইনিংস খেলেন। এর জবাবে অস্ট্রেলিয়া ১৮.২ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায়। মিচেল মার্শ ২৪ বলে ৩০ রান এবং ম্য়াথিউ শর্ট ১৯ বলে ২৫ রান করেন। এর পাশাপাশি মার্কাস স্টোয়েনিস ১৯ বলে ১৭ রান করেছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর সর্বাধিক ৩ উইকেট শিকার করেন।
Alipurduar |হাতির হানা নিয়ে ভুল তথ্যে নাজেহাল
মোস্তাক মোরশেদ হোসেন, রাঙ্গালিবাজনা: হাতির আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন আলিপুরদুয়ারের (Alipurduar) মাদারিহাট-বীরপাড়া এবং ফালাকাটা (Falakata) ব্লকের বন লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা। আর সেই সুযোগের সদ্ব্যবহার করছে কাঠ মাফিয়ারা। ফোন করে বনকর্মীদের হাতির হানার ভুয়ো খবর দিচ্ছে তারা। তা শুনে বনকর্মীরা ছুটছেন ঘটনাস্থলে। আর নজর অন্যদিকে ঘুরিয়ে কাঠ পাচারের রাস্তা বানিয়ে নিচ্ছে মাফিয়ারা। অভিযোগ বনাধিকারিকদের। মাদারিহাটের রেঞ্জ অফিসার […] The post Alipurduar | হাতির হানা নিয়ে ভুল তথ্যে নাজেহাল appeared first on Uttarbanga Sambad .
Samsi |বিয়ে করে অস্বীকার! স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর দুয়ারে ধর্নায় তরুণী
সামসী: ফেসবুকে প্রেম। তারপর বিয়ে। কিন্তু কপালে জোটেনি স্ত্রীর মর্যাদা। অভিযোগ, বিয়ের পর তিনমাস পেরিয়ে গেলেও বাড়িতে তোলা হচ্ছেনা ওই তরুণীকে। তাই স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়ির দরজায় ধর্নায় বসলেন এক তরুণী। শুক্রবার ঘটনাটি ঘটেছে চাঁচল-১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের রামদেবপুরে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, রামদেবপুর গ্রামের মিনসারুল ইসলাম নামের এক […] The post Samsi | বিয়ে করে অস্বীকার! স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর দুয়ারে ধর্নায় তরুণী appeared first on Uttarbanga Sambad .
অবসর নিয়েও শান্তি নেই MiG-21 বাইসনের, আবার উড়তে পারে এই Fighter Jet!
MiG-21 Bison, Indian Air Force: ভারতীয় বায়ুসেনা সিদ্ধান্ত নিয়েছে এই যুদ্ধবিমানগুলোকে পুনরুজ্জীবিত করবে। না, অবশ্যই দেশের আকাশসীমা পাহারা দেওয়ার জন্য পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হবে না 'ফ্লাইং কফিন' নামে খ্যাত এই যুদ্ধবিমানগুলোকে।
চক্রান্তের শিকার, দাবি বিডিও’র, রিপোর্ট তলব নবান্নের
নিউজ ব্যুরো:স্বর্ণ ব্যবসায়ী খুনে এক বিডিও’র নাম জড়িয়ে যাওয়ায় বিধাননগর পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চাইল রাজ্যের স্বরাষ্ট্র (কর্মীবর্গ) দপ্তর। ওই বিডিও’র নাম প্রশান্ত বর্মন। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও’র একই নাম। তিনি তাঁর বিরুদ্ধে সল্টলেক থানায় অপহরণ ও খুনের অভিযোগ দায়েরের তথ্য অস্বীকার করছেন না। তবে ওই অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে তাঁর দাবি। উত্তরবঙ্গ সংবাদকে রাজগঞ্জের […] The post চক্রান্তের শিকার, দাবি বিডিও’র, রিপোর্ট তলব নবান্নের appeared first on Uttarbanga Sambad .
নাবালিকা কন্যাকে ধর্ষণ! মায়ের অভিযোগের ভিত্তিতে উস্তিতে গ্রেপ্তার ‘গুণধর’বাবা
গ্রামে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
Cooch Behar |মাখা সন্দেশ-ভোগে মদনমোহনের পুজোয়
কোচবিহার: সকাল থেকে মদনমোহন মন্দিরের ভোগ রান্নার ঘরে ব্যস্ততা তুঙ্গে। ঘড়ির কাঁটা যত এগোচ্ছিল, ততই যেন চাপ বাড়ছিল ভোগ পাচকদের। কারণ, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভোগ প্রস্তুত করতে হবে যে। তাই পাশাপাশি দুটি লোহার চুল্লিতে মস্ত বড় কড়াইয়ে চলল রান্না। আরেক পাশে তখন ঢাই করে কেটে রাখা হয়েছে সবজি। যে মদনমোহনকে ঘিরে এত উন্মাদনা, তাঁর […] The post Cooch Behar | মাখা সন্দেশ-ভোগে মদনমোহনের পুজোয় appeared first on Uttarbanga Sambad .
দাদার সঙ্গে খেলতে খেলতে পুকুরে শিশু! কয়েক মিনিটেই উদ্ধার করলেও শেষরক্ষা হল না
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ায়।
Dinhata |এসআইআর আবহে চাঞ্চল্য, বাংলাদেশি মহিলার থেকে মিলল ভারতীয় পরিচয়পত্র
দিনহাটা: এসআইআর আবহের মধ্যেই মিলল বাংলাদেশির খোঁজ। দিনহাটা-১ ব্লকের ভেটাগুড়ি-২ অঞ্চলের মহাকালধাম এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬/১৬৪ নম্বর বুথে বসবাসকারী নিলুফা ইয়াসমিন নামের এক মহিলা মাত্র দুই বছর আগে বাংলাদেশের সিলেট থেকে বিবাহসূত্রে ভারতে আসেন। এরপরেই তাঁর নামে একের পর এক সরকারি নথিপত্র তৈরি হয়। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এমনকি […] The post Dinhata | এসআইআর আবহে চাঞ্চল্য, বাংলাদেশি মহিলার থেকে মিলল ভারতীয় পরিচয়পত্র appeared first on Uttarbanga Sambad .
Larissa Nery |মুখ খুললেন মডেল, জল মাপছে ইন্ডিয়া
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেষ্কঃ হরিয়ানা নির্বাচনে ভোট চুরির অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির ‘হাইড্রোজেন বোমা’ সর্বভারতীয় রাজনীতিতে শোরগোল ফেললেও তা নিয়ে এখনও মুখ খুলতে নারাজ ইন্ডিয়া জোট। যদিও হরিয়ানার ভোটার তালিকায় তাঁর ছবি ২২ বার বিভিন্ন নামে ব্যবহারের অভিযোগ প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন ল্যারিসা নামে প্রাক্তন ওই ব্রাজিলিয়ান মডেল। সমাজমাধ্যমে এক ভিডিওবার্তায় ল্যারিসা(Larissa […] The post Larissa Nery | মুখ খুললেন মডেল, জল মাপছে ইন্ডিয়া appeared first on Uttarbanga Sambad .
অন্ধকারে আইএসএল! শেষ দিনে বিড জমা করল না এফএসডিএল-সহ কোনও সংস্থাই
আদৌ কি কাটবে আইএসএল জট?
Cooch Behar |এসআইআর-এ সাবেক ছিটের সমস্যা মেটার আশা
কোচবিহার: এসআইআর প্রক্রিয়ায় নব্যভারতীয় তথা সাবেক ছিটমহলের বাসিন্দারা কীভাবে যুক্ত হবেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। ইতিমধ্যেই পোয়াতুরকুঠি সাবেক ছিটমহলের বাসিন্দারা এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বিএলও-দের নিয়ে যাওয়া এনুমারেশন ফর্মও তাঁরা পরপর তিনদিন ফিরিয়ে দিয়েছেন। এমনকি তাঁদের এলাকায় মন্ত্রী গিয়ে বৈঠক করলেও তাঁরা মানতে চাননি। ফলে বৃহস্পতিবার কোচবিহারে আসা নির্বাচন কমিশনের আধিকারিকদের […] The post Cooch Behar | এসআইআর-এ সাবেক ছিটের সমস্যা মেটার আশা appeared first on Uttarbanga Sambad .
মুম্বই-কলকাতায় সিনেশিল্পের মেলবন্ধন সম্ভব, মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সায় দিয়ে কী জানালেন রমেশ সিপ্পি?
শিশির মঞ্চে 'সত্যজিৎ রায় স্মরণে' বক্তৃতা রাখতে গিয়ে কী জানালেন পরিচালক?
Laxmir Bhandar: ৩-৪ মাস ধরে লক্ষ্মীর ভান্ডার না মেলার অভিযোগ, মহিলারা বললেন, ‘আমরা BJP করি তো তাই’
বিজেপির জেলা পারিষদের সদস্য উত্তম সিংহ অভিযোগ করে বলেন, বাকচা ও গোজিনা দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। তাই তৃণমূলের পঞ্চায়েত সমিতি ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে। শুধু মাত্র দুটি গ্রাম পঞ্চায়েত ছাড়াও আরও ৯ টি গ্রাম পঞ্চায়েতের তিন হাজার উপভোক্তার লক্ষ্মীর ভান্ডার বন্ধ।
Patiram |সোনা ও হিরের অলংকারে সজ্জিতা বোল্লা কালী, মায়ের ‘রাজবেশ’দেখে মুগ্ধ পুণ্যার্থীরা
বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) ঐতিহ্যবাহী বোল্লা কালী পুজোয় (Bolla Kali Puja 2025) এ বছর যেন চোখ ধাঁধানো সোনার ঝলক। আনুমানিক ৩২ কেজি গয়না পরানো হল দেবীকে। এরমধ্যে রয়েছে প্রায় ৯ কেজি সোনা ও ২৩ কেজি রূপোর গয়না। শুক্রবার সকাল সাড়ে বারোটা থেকে শুরু হয় গয়না পরানোর কাজ। যা শেষ হয় দুপুর আড়াইটে […] The post Patiram | সোনা ও হিরের অলংকারে সজ্জিতা বোল্লা কালী, মায়ের ‘রাজবেশ’ দেখে মুগ্ধ পুণ্যার্থীরা appeared first on Uttarbanga Sambad .
বাংলা আবাস যোজনাতেও দুর্নীতির অভিযোগ
কেন্দ্রের আবাস যোজনায় চুরির অভিযোগে কেন্দ্র থেকে টাকা পাঠানো বন্ধ হয়েছে। রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে। এবার সেখানেও দুর্নীতির অভিযোগ। উপভোক্তারা অভিযোগ তুলেছেন, প্রাথমিক তালিকায় নাম থাকার পরেও দাবি মতো টাকা দিতে না পারায় চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তারা।
‘ভেঙে পড়তে দেখিনি, নিভে যেতে দেখিনি’, ঋতুপর্ণার জন্মদিনে কলম ধরলেন অর্জুনের
টলিউডে বহুবছর ধরে রাজত্ব করছেন ঋতুপর্ণা, আজও তিনি পর্দায় তিনি দাপটের সঙ্গে পাল্লা দিচ্ছেন প্রতিটা প্রজন্মের সঙ্গে। এই দীর্ঘ পথে মান-অভিমানের বোঝা কম নয়, তবুও হাসি মুখে বারেবারে ক্যামেরার সামনে উজ্জ্বল হয়ে উঠেছে তাঁর মুখ। আর সেই স্মৃতিতে ফিরেই অর্জুন প্রশংসায় ভরালেন সোশ্যাল মিডিয়ার পাতা।
রান্নাবাটির সঙ্গে মেয়েবেলার নিশ্চয়ই কোন নস্ট্যালজিক মুহূর্ত আছে... সোহিনী: মাকে অনেক ম্যানেজ করে খেলতে যেতে হতো। পড়াশোনার সঙ্গে খেলাধূলোটা ছিল একদম শর্তসাপেক্ষ। আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে তিন বোন ভাড়া থাকত। ওরা ওদের একটা সেট খেলনা নিয়ে আমাদের বাড়িতে আসত, আমারও একটা রান্নাবাটির সেট ছিল। আমি আর ওই তিন বোনের মধ্যে যে ছোট দুজন মিলে সবসময় বাজার করতে যেতাম। বাজারে গেলে বেশ অনেকটা সময় ঘোরা যায় তাই ওটাই আমার খুব প্রিয় কাজ ছিল। রান্নাবাটি নাকি শুধুই মেয়েদের খেলা, এই চিন্তাধারার সঙ্গে সহমত? সোহিনী: এটা পুরোপুরি অস্বীকার করার উপায় নেই। রান্নাবাটি মানেই মেয়েদের খেলা, সমাজের বুকে এইরকম ভাবনাচিন্তা একটা সময় প্রকট ছিল এখন কিছুটা কমেছে। আমি দেখেছি ছেলেরাও রান্নাবাটি খেলতে চায়, কিন্তু বাড়িতে দিদি বা বোন না থাকলে খেলার সুযোগ থাকে না। সময়ের সঙ্গে সবকিছুই বদলাচ্ছে, ভাবনাচিন্তাতেও বদল আসছে। তবে আজও কিন্তু মেয়েদের কোনও না কোনও কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে হয়। বিশ্বকাপ জিতল বলে এত উচ্ছ্বাস কিন্তু, উলটো ঘটনা ঘটলেই আবার মেয়েদের যোগ্যতা নিয়ে কথা হত। ঘরের বাইরে বেরিয়ে যে মহিলারা কাজ করেন তাঁদের সকলে কদর করে। কিন্তু, রান্নাটাও তো একটা শিল্প, সকলের তো সেই গুণ থাকে না... সোহিনী: রান্না তো অবশ্যই একটা আর্ট, সকলে সেটা পারে না। নারী-পুরুষ নির্বিশেষে রান্না জানলে ভাল। আমার চারপাশে এমন অনেক পুরুষ আছেন যাঁরা দুর্দান্ত রান্না করেন। প্রচুর বন্ধুর মা অর্থাৎ কাকিমাদের থেকে কাকুরা দারুণ রান্না জানেন। আগে যখন নিয়মিত বন্ধুদের বাড়ি যাতায়াত ছিল তখন আমরা কাকুদের হাতে রান্না খাওয়ার বায়না করতাম। আমার তো মনে হয় কম-বেশি সকলেরই রান্না জানা থাকলে জীবনে কখনই কোনও সমস্যা হবে না। প্রয়োজনে নিজের জন্য রান্নাটুকু করে নিতে পারবে। যাঁরা রান্না প্রকৃত অর্থে ভালবাসেন তাঁরা নিজেদের স্কিল বৃদ্ধি করেন। বয়স বাড়লে তো সকলের স্মৃতিতেই শৈশব তাজা হয়, শুটিং সেটে কখনও ছোটবেলার দিনগুলোতে ফিরে যাওয়ার কথা মনে হয়েছে? সোহিনী: যেটা সম্ভব নয় সেই কাল্পনিক বিষয়গুলো নিয়ে কখনও ভাবিনি। যে দিনগুলো, মানুষগুলোকে ফেলে এসেছি সেগুলো কোনওদিন ফিরে পাওয়া সম্ভব নয়। ছোট থেকে বড় হওয়া, কৈশোর থেকে যৌবন পেরিয়ে বার্ধ্যকের দিকে মানুষ এগিয়ে যায়। জীবনচক্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছোটবেলা। প্রকৃতির বুকে হইহই করে যার ছোটবেলা যত সুন্দরভাবে কাটে তাঁদের পরবর্তীজীবনটাও ভাল হয়। এখন যাঁরা ৪০-এর কোঠায় পা রাখতে যাচ্ছে তাঁরা যখন ৬০-৬৫-তে পৌঁছাবে তখন আবার এই সময়ের কথাগুলো মনে পড়বে। আসলে মানুষ অতীতের সুন্দর মুহূর্তগুলোর মধ্যে মানুষ বাঁচার রসদ খুঁজে পায়। তাই সেটা বারবার ফিরে পেতে ইচ্ছে করে। বর্তমানকে খুব মানুষই এনজয় করতে পারি। সাংসারিক জীবনে রান্নাবাটি খেলার সমীকরণটা ঠিক কী রকম? সোহিনী: অনেকসময় জীবনটা আমরা খুব সিরিয়াসলি নিয়ে নিই। কিন্তু, পরক্ষণেই মনে হয় জীবনটা রান্নাবাটির মতো খেলার ছলে কাটিয়ে দিলেই তো ভাল, নিঃশ্বাসে তো বিশ্বাস নেই। দুজনের একসঙ্গে রান্না করার কোনও মিষ্টি মুহূর্ত... সোহিনী: শোভন রান্নাঘরে সাহায্য করতে চায় কিন্তু, আমি চেষ্টা করি সেটা এড়িয়ে যেতে। সামান্য মাছ ভাজতে যা তেল কড়াইতে ঢেলে ফেলে আমাকে সেটা আবার বাটিতে তুলতে হয় (হাসি)। তবে আমাকে একবার একটা চিকেন খাইয়েছিল, দারুণ হয়েছিল। ওকে বলছিলাম আবার কবে করবে। আমাকে নাকি এবার এমন একটা আইটেম খাওয়াবে যা খেলে তাক লেগে যাবে। ওটা শুনেই আমার বুক দুরুদুরু করছে কারণ আমাকে তো রান্নাঘরটা পরিস্কার করতে হবে (হাসি)। তবে এটাও মনে হয়, একটু আধটু করতে না দিলে কখনও প্রয়োজনে রান্না করতে পারবে না। শোভন সবচেয়ে পছন্দের ডিপার্টমেন্ট সকলকে গুছিয়ে খেতে দেওয়া। বাড়িতে যখন কোনও অনুষ্ঠানে সবাই একসঙ্গে খেতে বসি তখন ও সকলকে খাবার বেড়ে দেয়। আরও পড়ুন 'গিল্ড-ফেডারেশনের ঝামেলা এড়াতেই বাংলায় কাজ করি না', 'Murderbaad' মুক্তির আগে অকপট অর্ণব রান্নাঘরে সিনেম্যাটিক প্রেম, বলিউডি কায়দায় মাথায় উপর আটার ড্রাম পরে যাওয়া বা বাসন মাজার মাঝে ঠোঁটে ঠোঁট... সোহিনী: না না...এগুলো সিনেমাতেই ভাল লাগে। আমার মাথায় পড়লে মাথাটাই গরম হবে কারণ পরে তো পরিষ্কারটা আমাকেই করতে হবে। তাই আ্মি চাই-ও না আমার মাথার উপর আটা-ময়দার ড্রাম পড়ুক। আসলে সিনেমা দেখে আমরা আবেগে ভেসে যাই, বাস্তবে এসব কিছু হয় না। প্রথম রান্না খেয়ে শোভনের থেকে কী কমপ্লিমেন্ট পেয়েছিলেন? সোহিনী: ২০২৩-এ কালীপুজোয় অনেক রান্না করে খাইয়েছিলাম। তবে শোভনকে প্রথম যেটা খাইয়েছিলাম সেটা হল পনির বাটারমশালা। রান্না করে সকলকে খাওয়াতে আমার খুব ভাল লাগে। ওঁর ভালো লাগলে খেয়ে নেয়, কোনও কমপ্লিমেন্ট আলাদা করে আর দেয় না। আজকের মেয়েদের মধ্যে রান্নার প্রতি একটা অনীহা দেখা যায়... সোহিনী: এটা প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ। আমার ভাল লাগে আমি করি। যাঁর ভাল লাগে না সে করে না। এখানে কোনও জোরোজুরির বিষয় নেই। অনেক মেয়েরা তো ভাল গাড়ি চালায়, তাঁরা হয়ত রান্নাতে পটু নয়। তাই যাঁর যেটা ভাল লাগে তাঁকে সেটাই করতে দেওয়া উচিত। সবাইকে কিছু জানতে হবে এমন মাথার দিব্যি কেউ তো দেয়নি। পছন্দের খাবার কোনটা? আর বরের জন্য কোন আইটেমটা বানাতে ভাল লাগে? সোহিনী: আমার সবচেয়ে প্রিয় খাবার গোবিন্দভোগ চালের ভাত, ঘি, চন্দ্রমুখী আলুসিদ্ধ আর সঙ্গে একটা অর্গানিক ডিম সিদ্ধ। এটা পেলে আমি রেস্তোরাঁর খাবারও ছেড়ে দিতে পারি। আর শোভনের জন্য আলাদা করে রান্না বলতে জন্মদিনে করি। সবসময় আলাদাভাবে তো কিছু করা সম্ভব হয় না। বাড়িতে বন্ধুবান্ধব আসে, তখন সকলের পছন্দমতোই রান্নাবান্না তো হয়ই। ও বাইরের খাবার একটু বেশি ভালবাসে। সেদিন যেমন মটন বিরিয়ানি রান্না করেছিল। আমি আবার অনেকরকম নিরামিষ পদ রান্না করি। আরও পড়ুন বাংলায় কাজ করতে চাই কিন্তু বাজেটের জন্য কেউ ডাকে না, ভাল চরিত্র পেলে কম্প্রোমাইজ করতে রাজি: সুস্মিতা সোশ্যাল মিডিয়ায় কুনাল ঘোষ যখন প্রকাশ্যে খোঁচা মারে...কাজ হারানো নিয়ে ভয় হয়? সোহিনী: ভগবানের আশীর্বাদ আর সকলের ভালবাসায় এখনও কর্মক্ষেত্রে সেইরকম পরিস্থিতির সম্মুখীন হইনি। আর সকলেই প্রচারের আলোতে থাকতে ভালবাসে। আগে শুধু সিনেমার প্রচার হত। এখন রাজনৈতিক ব্যক্তিত্বদেরও একটা প্রচারের স্ট্রাটিজি আছে। আগে প্রচারের ধরনটা অন্যরকম ছিল, এখন সোশ্যাল মিডিয়ায় কায়দাকানুন বদলেছে। আমার ওগুলো নিয়ে কিছু বলার নেই। যত কথা বলব ততই মনে হবে আমি গুরুত্ব দিচ্ছি, এড়িয়ে যাওয়াই শ্রেয়। সকলের মুখ বন্ধ করার দায়ভার তো আমার নয়। কারও সম্পর্কে কথা বলার সময় আমার নেই। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে কেন সোহিনী সরকারকে দেখা যায় না? সোহিনী: প্রত্যেক বছর আমার কাছে আমন্ত্রণ পত্র আসে, কিন্তু আমি যাই না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমি সিনেমা দেখতে যাই। বিশ্বের কাছে এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটা আলাদা মাহাত্ম্য আছে। এবারে চলচ্চিত্র উৎসবে নদরের ভেলা-র মতো একটা বাংলা ছবি সম্মানিত হচ্ছে সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের একটি বিষয়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ফেস্টিভ্যালে যে বিনিয়োগটা করা হয় প্রায় ৫০ লক্ষ টাকা সেটা পৃথিবীর অন্য কোথাও দেওয়া হয় না। আমার মতে, ভাল জিনিসের উপর ফোকাস করা উচিত। শাড়িতে সুন্দর লাগছে, এটা শুনতে ভাল লাগে? সোহিনী: আমি কোনও ট্রেন্ডে গা ভাসাতে চাই না। আমি নিজে জানি যে আমাকে শাড়িতে ভাল লাগে। শাড়ি পরলে অনেকেই বলে সত্যবতীর মতো লাগছে। সেটা শুনতে ভাল লাগে। শোভনও আমাকে শাড়িতেই বেশি পছন্দ করে। ওয়ের্স্টানের চেয়ে শাড়ির সাবেক সাজ আমার ভীষণ প্রিয়। কে কখন বলবে শাড়িতে আমাকে ভাল লাগছে সেই অপেক্ষায় আমি বসে থাকি না। আমার মতে প্রত্যেকেরই নিজের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া উচিত, যাকে যে পোশাকে ভাল লাগে তাঁর সেটাই পরা উচিত। আরও পড়ুন এখন ওয়েব সিরিজে কাজের সুযোগ থাকায় মেগার গল্পে খুঁত ধরা প্রাসঙ্গিক : সৌরভ চক্রবর্তী
SIR |ক্যাম্প করে ফর্ম বিলি বিএলও-দের
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: পাড়ায় শিবির করে সেখান থেকেই ভোটার তালিকায় নিবিড় সংশোধনের ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসার (বিএলও)। কোথাও আবার বিএলও নয়, রাজনৈতিক দলের প্রতিনিধি অর্থাৎ বুথ লেভেল এজেন্টই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসছেন। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁরা বলছেন, নির্বাচন কমিশন বলেছে, বাড়ি বাড়ি এসে বিএলও-রা ফর্ম দিয়ে […] The post SIR | ক্যাম্প করে ফর্ম বিলি বিএলও-দের appeared first on Uttarbanga Sambad .
Indian Air Force-এর জন্য ভারতে Fighter Jet তৈরি করতে প্রস্তুত এই সংস্থাগুলো!
Fighter Jets, Indian Air Force: পরিকল্পনা অনুযায়ী ১১৪টি যুদ্ধবিমানের জন্য ইতিমধ্যেই ভারত চাইছে যাতে তা দেশের মাটিতেই তৈরি হয়। ইতিমধ্যেই ৩টি দেশের ৩টি বিমান সংস্থা ভারতে যুদ্ধবিমান তৈরির প্রস্তাবও দিয়েছে। যদিও এই নিয়ে সরকার এখনও কারও সঙ্গে আলোচনা করেনি।
Donald Trump |নিউ ইয়র্কবাসী পালাবেন
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মামদানিকে ভুলতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প( Donald Trump)। গোহারা হওয়ার জ্বলুনি কমছে না তাঁর। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে ভারতীয় বংশোদ্ভূত ও বামপন্থী ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি-র বিপুল জয়ের পরেও মার্কিন প্রেসিডেন্ট খোঁচা দিয়েছেন তাঁকে। ট্রাম্পের( Donald Trump) বক্তব্য, মামদানির জয় মানে কপাল পুড়ল নিউ ইয়র্কবাসীর। এবার রাজ্য ছেড়ে ফ্লোরিডায় পালাতে বাধ্য […] The post Donald Trump | নিউ ইয়র্কবাসী পালাবেন appeared first on Uttarbanga Sambad .
ভীষণ অসুস্থ মাহি ভিজ! হাসপাতালে ভর্তি নায়িকা
Alipurduar |২ শতাংশ ভুয়ো ভোটার, আলিপুরদুয়ারে আশঙ্কা নির্বাচন কমিশনের
অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: এসআইআর (SIR) ঘোষণার পর থেকেই তৃণমূল-বিজেপি, দুই শিবিরই একটানা বলে আসছে, ‘এবার অনেকের নাম বাদ যাবে’। তৃণমূল বিষয়টিকে তুলে ধরছে বিজেপির চক্রান্ত হিসেবে। আর বিজেপি বোঝাতে চাইছে, তৃণমূলের মদতে দলে দলে অনুপ্রবেশকারী ঢুকেছে রাজ্যে। সেই ভুয়ো ভোটারদেরই নাম বাদ যাবে। ইতিমধ্যে আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় এসআইআর-এর কাজ শুরু হয়েছে। তার মধ্যে আবার ম্যাপিংয়ের […] The post Alipurduar | ২ শতাংশ ভুয়ো ভোটার, আলিপুরদুয়ারে আশঙ্কা নির্বাচন কমিশনের appeared first on Uttarbanga Sambad .
সমানে সমানে! রোহিতদের টি-২০ বিশ্বজয়ের সঙ্গে পাল্লা দিয়ে নয়া ইতিহাস হরমনদের
কোন ক্ষেত্রে রেকর্ড গড়ল ভারতীয় মহিলা দল?
চিকেনস নেক-এ নিরাপত্তায় নজর, সিকিমে আরও এক নতুন রেলপথের অনুমোদন রেলের
প্রস্তাবিত রেলপথের দৈর্ঘ্য হবে প্রায় ৭৫ কিলোমিটার।
Siliguri |ভাষা বিতর্কের সঙ্গী ‘ভুল’ ওষুধ
শমিদীপ দত্ত, শিলিগুড়ি: ‘বাংলা বুঝি না, হিন্দিতে বলুন’, পেটব্যথায় কাতরানো সাত বছরের শিশুকন্যার মা ও এক পরিচিতকে বলা হল ফার্মাসি থেকে। ভাষা বিতর্কে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি জেলা হাসপাতালে। ঝামেলার শেষ এখানেই নয়। অভিযোগ, ফার্মাসির ওই কাউন্টার থেকে ভুল ওষুধ দেওয়া হয়েছিল রোগীর পরিবারকে জানাজানি হতেই পরিস্থিতি জটিল আকার নেয়। ঝামেলা বড় হতে থাকায় ঘটনাস্থলে পৌঁছায় […] The post Siliguri | ভাষা বিতর্কের সঙ্গী ‘ভুল’ ওষুধ appeared first on Uttarbanga Sambad .
গোপনে অক্ষয়ের সঙ্গে বাগদান? অবশেষে মুখ খুললেন রবিনা ট্যান্ডন
তবে শুধু নয়ের দশকেই নয়। রবিনা ও অক্ষয় নিয়ে প্রেমের গুঞ্জন বরাবরই বলিউডের হটকেক। তবে গুঞ্জন রটলেও, রবিনা ও অক্ষয় কিন্তু কখনই মুখ খোলেননি তাঁদের এই প্রেম নিয়ে। কিন্তু এত বছর পর ফের অক্ষয়ের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন উঠতেই রবিনা সোজাসাপটা জানিয়ে দিলেন আসল তথ্য। স্পষ্ট জানালেন, ওসব পুরনো ঘটনা।
Shilpa Shetty |জেরার মুখে শিল্পার কর্মীরাও
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিল্পা শেট্টি(Shilpa Shetty) এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে একটি বড় আর্থিক প্রতারণার ঘটনায় এবার তাঁদের কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করতে চলেছে মুম্বই পুলিশ। প্রায় ৬০ কোটি টাকার প্রতারণার এই মামলায় তদন্তের গতি বাড়াতে চাইছে পুলিশ। সূত্রের খবর, একটি সোনার স্কিমে বিনিয়োগের নামে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। এক ব্যবসায়ীর অভিযোগ, রাজ এবং […] The post Shilpa Shetty | জেরার মুখে শিল্পার কর্মীরাও appeared first on Uttarbanga Sambad .
Richa Ghosh Statement: 'সকলের ভালবাসা পেয়ে...', ঘরে ফিরে কী বললেন বিশ্বকাপ জয়ী রিচা?
Richa Ghosh: সম্প্রতি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। ফাইনাল ম্য়াচে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৫২ রানে জয়লাভ করেছে। ভারতের এই জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বাংলার ক্রিকেটার রিচা ঘোষের। বিশ্বজয়ের পর অবশেষে শুক্রবার বাড়ি ফিরেছেন রিচা ঘোষ। বাড়ি ফিরতে না ফিরতেই একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই জানালেন মনের কথা। Richa Ghosh Felicitation: হুড খোলা গাড়িতে চাপিয়ে 'বরণ' রিচাকে, জনজোয়ারে ভাসছে শিলিগুড়ি সকলের ভালবাসা পেয়ে আপ্লুত: রিচা রিচা বললেন, 'বাড়ি ফেরার পর খুবই ভাল লাগছে। যেভাবে সকলে আমাকে ভালবাসা উজাড় করে দিয়েছে, তা এককথায় অনির্বচনীয়। কীভাবে মনের অভিব্যক্তি আমি মুখের ভাষায় প্রকাশ করব, তা জানি না। তবে সকলের ভালবাসা পেয়ে আমার খুবই ভাল লাগছে।' Richa Ghosh Siliguri News: কখন বাড়ি ফিরবেন রিচা? কী কী অনুষ্ঠানই বা আয়োজন করা হচ্ছে? সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এই টুর্নামেন্টের শুরু থেকেই আমরা জানতাম যে বিশ্বকাপ জিততে পারব। কারণ, টুর্নামেন্ট শুরুর আগে আমরা যথেষ্ট অনুশীলন করেছিলাম। কঠোর পরিশ্রম করেছিলাম। হতে পারে, আমরা তিনটে ম্য়াচে খারাপ খেলেছি। তবে সুযোগ যে হাতের বাইরে চলে যাচ্ছে, এমন কথা কখনই মাথায় আসেনি। আমরা খুব ভাল করেই জানতাম, একটা সুযোগ যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের আর কেউ আটকাতে পারবে না।' Richa Ghosh: ঘরে ফিরলেন প্রথম বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া রিচা, বিমান বন্দরের বাইরে জন আবেগের তীব্র বিস্ফোরণ বাংলার আইকন রিচা বর্তমানে রিচা বাংলার আইকন। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে তিনি বিশ্বকাপ ট্রফি জয় করেছেন। সেকারণে তাঁকে নিয়ে আরও বেশি উচ্ছ্বসিত বাঙালি ক্রিকেট সমর্থকরা। কিন্তু প্রশ্নটা হল, এই সাফল্য কী ভারতীয় মহিলা ক্রিকেটে দৈন্যতা কাটাতে পারবে? জবাবে রিচা বললেন, 'আগের থেকে ছবিটা এখন অনেকটাই ভাল হয়ে গিয়েছে। অনেক পরিবারই মেয়েদের খেলা দেখানোর জন্য মাঠে নিয়ে আসছে। এটা অবশ্যই একটা ভাল দিক। তবে অবশ্যই আরও উন্নতি করতে হবে। আমি চাই শুধুমাত্র ক্রিকেট নয়, অন্যান্য খেলাতেও মেয়েরা আরও বেশি করে অংশগ্রহণ করুক।'
Suvendu Adhikari: যে রাস্তা দিয়ে যাওয়ার কথা, অভিযোগ, সেই রাস্তার অত্যন্ত বেহাল পরিস্থিতি। একেবারেই এবড়ো খেবড়ো। পলেস্তরা উঠে রয়েছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তিনি আসবেন বলেই ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছে।
শিলিগুড়িঃ আমাদের লক্ষ্য ছিল বিশ্বকাপ জয়, টানা তিন ম্যাচ হেরে গেলেও আমরা লক্ষ্য থেকে সরে আসিনি। খারাপ সময়ে দলের প্রত্যেকে একসঙ্গে থেকে লড়াই চালিয়ে গিয়েছি। আর তাতেই সফলতা এসেছে। বিশ্বকাপ জয় করে শিলিগুড়িতে ফিরে একথা জানালেন রিচা ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, তাঁর দেখানো পথেই এই শহর থেকে উঠে আসুক আরও মহিলা ক্রিকেটার। সেই […] The post Richa Ghosh | ‘দলের খারাপ সময়ে লক্ষ্য থেকে সরে আসিনি, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল বিশ্বজয়’, মন্তব্য রিচার appeared first on Uttarbanga Sambad .
যত জালিয়াতি, তত অর্থ! বালিপাচারে প্রথম ধৃতের জামিনের আবেদনই করলেন না আইনজীবী
সরকারি নিয়ম বহির্ভূতভাবেই বালি ব্যবসা চালাতেন অরুণ শরাফ, নালিশ ইডির।
Bankura Hospital: সবে পৃথিবীর দেখেছে বাচ্চাটা, তারই বেডের পাশে ভেঙে পড়ল এই চাঙড়, ভাবুন শুধু…
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি হন বিষ্ণুপুর ব্লকের মাজুরিয়া গ্রামের গৃহবধূ পূজা সর্দার। বুধবার রাতে তিনি ওই হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন। নিয়ম অনুযায়ী প্রসবের পর ওই প্রসূতি ও তাঁর সদ্যজাত কন্যা সন্তানকে রাখা হয় হাসপাতালের পোস্ট ন্যাটাল ওয়ার্ডে। সেখানে গতকাল বিকালের দিকে যখন নিজের বেডে মেয়েকে নিয়ে পূজা শুয়ে ছিলেন।
‘বিহারে জঙ্গল রাজ নয়, সুশাসন চাই’, আরজেডি-কংগ্রেস জোটকে কড়া ভাষায় আক্রমণ যোগীর
রক্সৌল এবং নরকাটিয়াগঞ্জের জনসভায় এনডিএ প্রার্থীদের হয়ে প্রচারে যোগী।
Mrinal Sen-Mamata Banerjee: আবারও নাম বিভ্রাটে মমতা বন্দ্যোপাধ্যায়, মৃণাল সেন হলেন ‘সিংহ’?
গতকাল কলকাতায় অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন বাংলা সিনে ইন্ডাস্ট্রির প্রায় সকলেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জিৎ কিংবা দেব- কে ছিলেন না সেখানে। আর এবছর বলিউডের বিগ-শটদের দেখা না গেলেও, অতিথি আসনে দেখা গিয়েছে রমেশ সিপ্পিকে। কিংবদন্তির হাত দিয়েই শুভ সুচনা হয় এবছরের ফিল্ম ফেস্টিভ্যালের। আর সেই অনুষ্ঠানে প্রতিবারের মত এবারও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের বক্তব্য রাখেন। তিনি এমনও বলেন, আমি দেব-কে বলছিলাম, সকলেই তো কিছু না কিছু বলে দিয়েছেন, আমার আর কিছুই বলার নেই। এবার শুধু ধন্যবাদটুকু যোগ করতে পারি মাত্র। কিন্তু, গতকাল সেই মঞ্চেই এক বড়মাপের ভুল হয়েছে। মুখ্যমন্ত্রী আবারও এক কিংবদন্তির নামের পাশে পদবী ভুল বসিয়েছেন। Zarine Khan Dies: প্রয়াত জারিন, বিচ্ছেদের পর প্রাক্তন জামাই হৃতিককে কী বলেছিলেন তিনি? এর আগেও বহুবার তাকে দিয়ে পদবী বিভ্রাট হয়েছে। অনেক সময় মনিষীদের নামের পাশে ভুল পদবী বসিয়েছেন তিনি। কখনও মহাকাব্যের রচয়িতার নাম পাল্টে ফেলেছেন। আর গতকাল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তিনি কিংবদন্তি মৃণাল সেনের পদবী ভুল করে বসলেন? সকলের নাম নিতে গিয়ে তিনি বলেন... Kolkata international film festival 2025: ফিল্ম ফেস্টিভ্যালের উজ্জ্বল সব মুহূর্ত, দেখে নিন ছবিতে আমি যাদের নাম বলতে পারলাম না, তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী। অনেকেই আছেন আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে যারা অনেককিছু দিয়েছেন। এরপরেই মোক্ষম ভুল হয়, মৃণাল সেনের নাম ভুলে, একবার সিনহা, একবার সিংহ- এভাবেই ভুল করলেন! তাঁর এই ভুল ধরা পড়ল সকলের চোখেই। একজন কিংবদন্তির নামের পদবী পর্যন্ত ভুল হল তাঁর। এই নিয়েই আলোচনা তুঙ্গে।
Cooch Behar |ভূষণের চুক্তি বাতিল রবির, চর্চা কোচবিহারজুড়ে
কোচবিহার: প্রয়াত গায়ক শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্রের মধ্যস্থতায় এবং তাঁর উপস্থিতিতে বৃহস্পতিবার একটি নির্মাণকারী সংস্থাকে ২০ লক্ষ টাকা ফিরিয়ে দিল কোচবিহার পুরসভা। পুরসভা ও সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থা সূত্রে খবর, বছর ছয়েক আগে একটি নির্মাণকারী সংস্থার সঙ্গে চুক্তি করেছিল কোচবিহার পুরসভা। সেই চুক্তি অনুযায়ী কোচবিহার পুরসভার ভবনটিকে পিপিপি মডেলে ছয়তলা (জি প্লাস ফাইভ) করার কথা […] The post Cooch Behar | ভূষণের চুক্তি বাতিল রবির, চর্চা কোচবিহারজুড়ে appeared first on Uttarbanga Sambad .

25 C