SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

21    C
... ...View News by News Source

কেন্দ্রীয় ‘বঞ্চনা’র প্রতিবাদ, সিঙ্গুরে মোদির ভাষণ চলাকালীন বিক্ষোভ জমি রক্ষা কমিটির

সিঙ্গুরের মোদির সভাস্থলের অদূরে ১০০ দিনের কাজের টাকা থেকে আবাস যোজনার টাকার দাবিতে উঠল স্লোগান।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 5:25 pm

PM Narendra Modi |তৃণমূলের ‘নির্মম’ সরকারকে এবার সবক শেখাবে বাংলা, অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ালেন মোদি   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের বর্তমান শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তৃণমূল সরকারকে ‘নির্মম’ বলে অভিহিত করে তিনি দাবি করেন, উন্নয়নের পথে যারা বাধা দিচ্ছে, বাংলার মানুষ তাদের যোগ্য সাজা দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। একইসঙ্গে অনুপ্রবেশকারীদের মদত দেওয়া এবং কেন্দ্রীয় প্রকল্প আটকে রাখার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব হন […] The post PM Narendra Modi | তৃণমূলের ‘নির্মম’ সরকারকে এবার সবক শেখাবে বাংলা, অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ালেন মোদি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Jan 2026 5:22 pm

ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির

অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে বিঁধলেন মোদি।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 5:22 pm

কাস্টমস অফিসারদের অভিযানের টেক্সটবুক ‘তস্করি’! কেমন হল ইমরানের নতুন ওয়েব সিরিজ?

মুম্বইয়ের অন্তর্জাতিক বিমানবন্দরে স্মাগলিং-এর নেটওয়ার্কের বিস্তার কেমন তার ডিটেলড রিসার্চ পেপার যেন এই ওয়েব সিরিজ।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 5:19 pm

সুন্দরী পাত্রী চাই! বিয়ের ফাঁদ পেতে অভিনব প্রতারণা দুই ‘সরকারি চাকুরে’র

বিজ্ঞাপনের নামে একাধিক পরিবারের সঙ্গে প্রতারণা।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 5:09 pm

পাক বংশোদ্ভূত ৪২ ক্রিকেটারের ভারতে আসা নিয়ে প্রশ্ন! ভিসা সমস্যা মেটাতে আসরে জয় শাহর আইসিসি

৪২ জন পাক বংশোদ্ভূত ক্রিকেটারের ভিসা সংক্রান্ত বিষয়ে যাতে কোনও সমস্যা না হয়, তা খতিয়ে দেখছে ক্রিকেটের নিয়ামক সংস্থা।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 5:02 pm

UNESCO Heritage |‘বাংলার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে বসিয়েছে বিজেপিই’, দুর্গাপুজোর ইউনেসকো স্বীকৃতি নিয়ে দাবি মোদির  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলা ভাষা এবং বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার কৃতিত্ব যে তাঁর সরকারেরই, তা আরও একবার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রবিবার সিঙ্গুরে অনুষ্ঠিত এক জনসভায় প্রধানমন্ত্রী দাবি করেন, দিল্লির বিজেপি সরকারের আন্তরিক উদ্যোগের ফলেই দুর্গাপুজো ইউনেসকোর (UNESCO Heritage) ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর তকমা পেয়েছে। একইসঙ্গে বাংলা […] The post UNESCO Heritage | ‘বাংলার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে বসিয়েছে বিজেপিই’, দুর্গাপুজোর ইউনেসকো স্বীকৃতি নিয়ে দাবি মোদির appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Jan 2026 4:52 pm

সলমনের ভ্যানে ঢুকে ডুকরে কেঁদে ওঠেন করণ জোহর! কী করেছিলেন ‘নাছোড়বান্দা’ভাইজান?

২৮ বছর পরে 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির সেটের ঘটনা ফাঁস করলেন তারকা পরিচালক।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 4:52 pm

Dev Viral Video: স্টেজের নিচে বসেই কেঁদে ফেললেন তরুণী, দেবের ভাইরাল ভিডিওতে উন্মাদনা চরমে

Dev-Cossipore Video: বাংলা ইন্ডাস্ট্রিতে যে তারকারা আছেন, তাঁদের মধ্যে অন্যতম দেব। এই অভিনেতা যে হারে সাফল্যের শিখরে উঠছেন, বা যে হারে ভক্তদের মধ্যে তাঁকে নিয়ে উন্মাদনা বাড়ছে, তা দেখার মত। শেষ কিছু সময়ে ভক্তদের মাঝে নানাভাবে ধরা দিয়েছেন। গতকাল তাঁর আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেও যা দেখা গেল... গতকাল দেব, কাশীপুরে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানে বন্ধু শ্রেয়া পান্ডের সঙ্গে বেশ খোশমেজাজে দেখা যায় তাঁকে। আর সেখানেই এক ভক্তের সঙ্গে কী এমন করলেন দেব, যে কেঁদে ভাসালেন সেই ভক্ত। এমনকি, স্টেজের সামনেই বসে পড়লেন সেই তরুণী। এর আগেও সেদিন বর্ধমানে দেবকে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি অনেক যুবতী-ই। Govindaa-Sunita Ahuja: ৬৩ বছর বয়সে নতুন বিতর্ক! গোবিন্দার বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী সুনিতা, কোন অভিনেত্রীতে আসক্ত অভিনেতা? দেব গতকাল মঞ্চ থেকেই সকলের সঙ্গে সাক্ষাৎ সারেন। এবং সেখানেই একেবারেই পুরনো চেনা ফর্মে নাচতে দেখা যায় তাঁকে। স্টেজ কাঁপালেন দেব। তাঁর সঙ্গে নাচে মাতলেন বাকিরাও। এদিকে এক ভক্তের মন জয় করতে দেখা গেল তাঁকে। অভিনেতা মঞ্চে পাওয়া ব্যাচ এবং উত্তরীয় নিজের কাছে রাখলেন না। বরং, তিনি সোজাসুজি তা এক ভক্তকে দিয়ে দিলেন। মঞ্চের সামনে এগিয়ে গেলেন তিনি। View this post on Instagram A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline) ডেকে পাঠালেন সেই তরুণীকে। এবং, সে সামনে আসতেই তাঁর হাতে ব্যাচ এবং উত্তরীয় তুলে দিলেন। এবং সেই সময়ে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারলেন না সেই তরুণী। কেঁদেকেটে স্টেজের নীচেই বসে পড়লেন তিনি। এই দৃশ্য ভাইরাল সমাজ মাধ্যমে। Kangana Ranaut-A R Rahman: 'হিংসুটে-ঘৃণার চোটে', কঙ্গনার সঙ্গে দেখাও করতে চাননি, রহমানের বিতর্কিত মন্তব্যে ক্ষেপে আগুন পর্দার কুইন প্রসঙ্গে, দেবের সঙ্গে শুভশ্রীর নতুন ছবি আসছে এই পুজোয়। আজ সকালেই অভিনেত্রী জানিয়েছেন, তিনি এবং দেব আগামীতে একটি লাইভ ভিডিও নিয়ে আসছেন। সেখানে নানা প্রশ্নের উত্তর দেবেন তাঁরা। এমনকি, কিছু একটা ঘটে চলেছে, যা এই ইন্ডাস্ট্রিতে কেন, অন্য কোনও ইন্ডাস্ট্রিতে হয়নি। এখন শুধুই অপেক্ষায় সকলে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 4:41 pm

Pm Modi Singur Rally: ‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’, সিঙ্গুরে দাঁড়িয়ে ‘মহা জঙ্গলরাজ’ খতমের ডাক মোদীর

PM Modi speech in Singur: মালদার পর এবার হুগলির সিঙ্গুর। রবিবার সেই ঐতিহাসিক জমি আন্দোলনের মাটি থেকেই রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়ে তাঁর নতুন স্লোগান, ‘‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’’। তাঁর স্পষ্ট বার্তা, বিহারের মতো বাংলা থেকেও ‘মহা জঙ্গলরাজ’ বিদায় করতে মানুষ প্রস্তুত। এদিন সভার শুরুতেই আবেগঘন প্রধানমন্ত্রী বলেন, “আজ সকালে কামাখ্যার পবিত্র ভূমিতে ছিলাম, আর এখন বাবা মহাদেবের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছি। সিঙ্গুরের মানুষের উৎসাহ দেখে আমি অভিভূত।” এরপরই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দাগেন তিনি। বিহারের প্রসঙ্গ টেনে মোদী বলেন, “বিহারে জঙ্গলরাজের অবসান হয়েছে। এবার পালা পশ্চিমবঙ্গের। টিএমসি-র মহা জঙ্গলরাজ বিদায় করতে রাজ্যের মানুষ তৈরি।” আরও পড়ুন- PM Modi’s Singur Visit LIVE: “বাংলায় এবার 'আসল' পরিবর্তন, তৃণমূলের মহা জঙ্গলরাজের অবসান”, সিঙ্গুর থেকে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী মোদী ‘বন্দে মাতরম’ ও বাংলার সংস্কৃতি বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হুগলির সঙ্গে এই মন্ত্রের গভীর সম্পর্কের কথা স্মরণ করান। তিনি বলেন, “বাংলার মাটি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আমাদের সরকারের উদ্যোগেই বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে বাংলা ভাষা নিয়ে গবেষণায় আরও গতি আসবে।” আরও পড়ুন- Pm Modi Singur Rally:'১০৯ + ৭৭ কত হয়?' আসন্ন বিধানসভা ভোটের ফল নিয়ে সুকান্তর নয়া সমীকরণ এখন রীতিমতো চর্চায়! শিল্প ও কৃষিতে নতুন দিশা সিঙ্গুরের কৃষি ও শিল্পের মেলবন্ধনের স্বপ্ন দেখিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, “পাটশিল্প, ধনিয়াখালির তাঁত এবং হুগলির আলু-পেঁয়াজ রপ্তানি এক নতুন দিশা দেখাবে। বাংলার কৃষকরা বিশ্বব্যাপী স্বীকৃতি পাবেন, এটাই আমার স্বপ্ন।” তবে তাঁর সতর্কবাণী, “বাংলায় শিল্প ও বিনিয়োগ তখনই আসবে, যখন এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বর্তমানে দাঙ্গাকারী ও মাফিয়ারা এই ভূমিকে নিজেদের অভয়ারণ্য মনে করছে।” আরও পড়ুন- শিউরে ওঠার মত ঘটনা বাংলাদেশে, গাড়ি চাপা দিয়ে খুন করা হল হিন্দু যুবককে, পদ্মাপাড়ে তুলকালাম সন্দেশখালি ও অনুপ্রবেশ নিয়ে তোপ রাজ্যের নিয়োগ দুর্নীতি এবং নারী নিরাপত্তা ইস্যুতেও এদিন সুর চড়ান মোদী। সন্দেশখালির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলার যুবসমাজ মেধার ভিত্তিতে চাকরি থেকে বঞ্চিত। সন্দেশখালির ঘটনা এবং নিয়োগ দুর্নীতিতে মানুষ বীতশ্রদ্ধ।” অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে মোদী বলেন, “অনুপ্রবেশকারীরাই তৃণমূলের আসল ভোটব্যাঙ্ক। সীমান্তের সুরক্ষার জন্য ফেন্সিং বা কাঁটাতারের বেড়া দিতে বারবার জমি চাওয়া হলেও তৃণমূল সরকার তা দেয়নি।” পাশাপাশি তাঁর অভিযোগ, পিএম-শ্রী (PM-SHRI) স্কুলের মতো আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং আয়ুষ্মান ভারতের মতো স্বাস্থ্য পরিষেবা থেকে বাংলার মানুষকে বঞ্চিত করছে রাজ্য সরকার। এদিন সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রীর আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলেই প্রতিটি জেলায় উন্নয়ন হবে এবং মানুষ ‘আসল পরিবর্তন’ দেখতে পাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 4:41 pm

শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল মূর্তি, সেই বিদ্যাসাগরের প্রতিকৃতি মোদিকে উপহার দিল বঙ্গ বিজেপি!

বাংলায় ভোট আসতেই ফিরে এলেন 'বিদ্যাসাগর'! ২০১৯ সালে অমিত শাহের রোড শোয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি আছাড় মেরে ভেঙে ফেলার অভিযোগ উঠেছিল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। সাত বছর পর সেই বিদ্যাসাগরেরই প্রতিকৃতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দিল বঙ্গবিজেপি।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 4:39 pm

ত্রিপুরার চাকমা উপজাতি সম্প্রদায়ের সঙ্গে দেখা করলেন প্রদ্যুৎ কিশোর, তুলে দিলেন রাজন্য চিহ্ন-অঙ্কিত রৌপ্য মুদ্রা, তলোয়ার

আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে রাজ্যের তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত চাকমা সম্প্রদায়ের প্রধান সমাজপতি তথা রাজ্য কারবারির সাথে দেখা করেন রাজ্যের সাবেক মানিক্য রাজবংশের বর্তমান প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন, সুদূর অতীতের প্রথা পুনরায় চালু করে চাকমা সমাজের প্রধানের হাতে তুলে দিলেন রাজন্য চিহ্ন-অঙ্কিত রৌপ্য মুদ্রা এবং তলোয়ার। একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান, উপহারপর্ব এবং বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চাকমা সম্প্রদায়ের নবনির্বাচিত সমাজপতি শান্তি বিকাশ চাকমা আজ জানিয়েছেন, ডিসেম্বর মাসের শেষদিকে আমাদের সম্প্রদায়ের নতুন সমাজপতি নির্বাচন করা হয়েছে। আমাদের সেজন্যে শুভেচ্ছা জানিয়েছেন, রাজবাড়ীতে নিমন্ত্রণ করেছিলেন 'মহারাজ'। আমরা তাই দেখা করতে এসেছিলাম। তিনি আরো জানিয়েছেন, সুদূর অতীতে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের প্রধানদের সাথে সাবেক রাজপরিবারের পক্ষে তৎকালীন রাজারা সৌজন্য সাক্ষাত করতেন এবং রৌপ্য মুদ্রা, তলোয়ার দিয়ে তাদের স্বীকৃতি দিতেন। সেই প্রথাকে মান্যতা দিয়েই আমাদের হাতে তিনি এই রাজন্য চিহ্ন অঙ্কিত রৌপ্য মুদ্রা এবং তলোয়ার তুলে দিয়েছেন। আমরা খুবই সম্মানিত বোধ করি, জানিয়েছেন তিনি। আরও পড়ুন- কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা? দু’দশক পর ফের সিঙ্গুরকে ঘিরেই ঘুরে দাঁড়াতে মরিয়া বিজেপি আরও পড়ুন-' ৪০ বার ভাঙন রোধে বাংলাকে টাকা, লুট প্রতিবারই', দুর্নীতি ইস্যুতে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদী আরও পড়ুন- মোদীর সিঙ্গুর সমাবেশই কী ভোটের আগে খেলা ঘোরাবে? মমতার বিরুদ্ধে লড়াইয়ে এবার 'স্ট্র্যাটেজি বদল' বঙ্গ বিজেপির? এবিষয়ে সামাজিক মাধ্যমে রাজ্যের সাবেক রাজপরিবারের বর্তমান প্রধান তথা রাজ্য সরকারে ভারতীয় জনতা পার্টির জোট শরিক তিপ্রা মথা দলের প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা জানিয়েছেন, সাবেক মহারাজাদের বিশিষ্ট ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী প্রধান এবং প্রবীণদের উপহার দেওয়ার ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে, আমি রাজ্যের বাইরে থেকে একটি বিশেষভাবে কাস্টমাইজড সিলভার-কোটেড ড্যাগার (খঞ্জর) অর্ডার করেছিলাম। ত্রিপুরার মাণিক্য রাজবংশ বিভিন্ন ব্যক্তি ও সম্প্রদায়কে যেভাবে সম্মান করত, সেই প্রাচীন রীতি অনুসরণ করে এটি করা হয়েছে। সম্প্রতি কিছু বছরে জোট শরিক বিজেপি এবং তিপ্রা মথা দলের মধ্যে যেভাবে একের পর এক তরজার লড়াই এবং হিংসাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে, উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যে কেউ কাউকে জমি ছেড়ে কথা বলবে না, এটি প্রায় স্পষ্ট হয়ে গেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। তাছাড়া গত বছরের শেষদিকে যেভাবে মেঘালয়, আসাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার বিভিন্ন দলকে একসাথে নিয়ে প্রদ্যুৎ কিশোর, মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি দলের প্রধান কনরাড সাংমা ও অন্যান্যরা 'ওয়ান নর্থইস্ট' বলে নতুন দল গঠন করে বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে জাতীয় দলের সাথে প্রক নির্বাচনী জোট না গিয়ে নিজেরাই একা ভয়ে লড়বে নতুন দল, তাতে নতুন রাজনৈতিক সমীকরণ প্রায় স্পষ্টই হয়ে গেছে। প্রসঙ্গত ২০২১ সালে জন্মগ্রহণ করা তিপ্রা মথা দল মাত্র দুমাস বয়েসেই বামফ্রন্টের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফল। প্রায় চারবার একটানা শাসন করার পর উপজাতি জেলা পরিষদে বামেদের একটিও আসন ছিল না সেবছর। গত প্রায় পাঁচ বছর ধরে এই এডিসি এলাকায় বিভিন্ন প্রশাসনিক কারণে পঞ্চায়েতি রাজ সংস্থার সমকক্ষ ভিলেজ কমিটির নির্বাচন করে উঠতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিকবার উচ্চ আদালত এবং দেশের শীর্ষ সদালতে গেছে তিপ্রা মথা দল। এখনও সুপ্রিম কোর্টে এবিষয়ে একটি মামলার শুনানি চলছে।চলতি বছরে এডিসির মূল প্রশাসনিক কাউন্সিল এর নির্বাচন হবার কথা রয়েছে। তবে ভিলেজ কমিটির ভোট নিয়ে এখনও কোন সঠিক নির্দেশ আসেনি। “বাংলায় এবার 'আসল' পরিবর্তন, তৃণমূলের মহা জঙ্গলরাজের অবসান”, সিঙ্গুর থেকে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী মোদী

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 4:36 pm

India Chabahar Port: চোখের সামনে ‘শুল্ক-জুজু’, ইরান অগ্নিগর্ভ! চাবাহারের ‘জমি আঁকড়ে’ থাকতে পারবে নয়াদিল্লি?

India in Iran: যদিও এই বন্দর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। সম্প্রতি সাংবাদিকদের সামনে মুখ খুলেছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, 'এই বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র স্বল্প মেয়াদে নিষেধাজ্ঞা মকুব করলেই নিরবিচ্ছিন্ন ভাবে চাবাহার ব্যবহার করা যাবে।'

টিভি 9 বাংলা 18 Jan 2026 4:34 pm

পাকাপাকি নির্বাসনে লালু! এবার ছাড়ছেন ‘সুপ্রিমো’পদ, পরবর্তী আরজেডি প্রধান কি তেজস্বী?

জানা গিয়েছে, শারিরিক অসুস্থতার কারনে দলের শীর্ষপদ থেকে সরে দাঁড়াতে পারেন দলের প্রধান লালু প্রসাদ যাদব। ২৫ জানুয়ারি হতে চলেছে আরজেডি-র জাতীয় নির্বাহী কমিটির সভা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 4:34 pm

‘ভূতের খেলা’, অভিষেকের মতো ‘মৃত’ভোটারকে পাশে নিয়ে কমিশনকে খোঁচা তৃণমূল সাংসদের

কমিশনের তালিকায় 'মৃত' বলে চিহ্নিত কোচবিহারের জহরা বিবি ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিক। তাঁর দাবি, 'আমি তো বেঁচে আছি, অথচ আমাকে ভোটার তালিকায় মৃত দেখানো হচ্ছে।'

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 4:26 pm

Arshdeep Singh Bowled Henry Nicholls: সিং ইজ কিং! আর্শদীপের সামনে চিৎপটাং তারকা কিউয়ি ব্যাটার

India vs New Zealand 3rd ODI: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপাতত চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচ শুরু হয়েছে। এই ম্য়াচটি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে খেলা হচ্ছে। টস জেতার পর ক্যাপ্টেন শুভমান গিল প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। গত ২ ম্য়াচে রিজ়ার্ভ বেঞ্চে বসার পর আর্শদীপকে (Arshdeep Singh) টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে। আরও পড়ুন: IND vs NZ 3rd ODI Live Updates: অসাধারণ হাফসেঞ্চুরি মিচেলের, উইকেটের খোঁজে আপাতত ভারত আর মাঠে ফিরতে না ফিরতে আর্শদীপ বল হাতে কার্যত আগুন ঝরাতে শুরু করেন। এই ম্য়াচ তথা নিজের প্রথম ওভারেই আর্শদীপ নিউজিল্যান্ডের ওপেনার হেনরি নিকোলসকে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। ভারতীয় পেস বোলারের সুইং ডেলিভারিতে কার্যত চিৎপটাং হয়ে যান নিকোলস। আরও পড়ুন: IND vs NZ 3rd ODI Shubman Gill Record: ইতিহাসের দোরগোড়ায় শুভমান গিল, কোহলির রেকর্ড ভাঙতে দরকার কত রান? আগুন ঝরালেন আর্শদীপ তৃতীয় ওয়ানডে ম্য়াচে টিম ম্য়ানেজমেন্ট প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে আর্শদীপ সিংকে প্রথম একাদশে সুযোগ দিয়েছে। আর এই সিদ্ধান্ত যে একেবারে সঠিক, তা প্রথম ওভারেই প্রমাণ করতে দেন এই ভারতীয় পেসার। আর্শদীপের সুইং ডেলিভারি একেবারে বুঝতে পারেননি হেনরি নিকোলস। আরও পড়ুন: Rohit Sharma and Virat Kohli Next ODI Series: আগামী ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না রোহিত-কোহলিকে! কোন সিরিজে করবেন কামব্যাক? নিকোলস তো এটাই বুঝতে পারলেন না, বলটাকে তিনি খেলবেন না ছেড়ে দেবেন। কিউয়ি ব্যাটার এই ধাঁধাতেই নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেন। শেষপর্যন্ত বলটা তাঁর ব্যাটের ভিতরের কানায় লাগে এবং শেষপর্যন্ত সেটা স্টাম্পে গিয়ে লাগে। আর প্রথম বলে না চাইলেও প্যাভিলিয়নে ফিরতে হল নিকোলসকে। আরও পড়ুন: Arshdeep Singh Dropped: ব্রাত্য আর্শদীপ, প্রসিদ্ধয় 'ভরসা' টিম ইন্ডিয়ার! গম্ভীরের 'তুঘলকি' সিদ্ধান্তে হতবাক দেশ দেখুন ভিডিও: I’ve always found it baffling why Arshdeep keeps getting benched. He isn’t injury-prone. He’s young. On a high-scoring venue like Indore, he comes back into the XI, strikes early in PP, concedes runs under 4 in powerplay overs. That shows, his capability pic.twitter.com/cwwUjhuPAX — Vipin Tiwari (@Vipintiwari952) January 18, 2026 টিম ইন্ডিয়ার প্রথম একাদশ: শুভমন গিল (অধিনায়ক), রোহিত शर्मा, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং। নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জ্যাকারি ফোকস, ক্রিশ্চিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, জ্যাডেন লেনক্স।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 4:18 pm

পাতে দেওয়ার যোগ্য নয় পাকিস্তানি পোশাক? ভারতীয় লেহেঙ্গা পরে নিকাহ নওয়াজ শরিফের নাতবউয়ের

শ্বশুর হুমকি দেন, ভারতকে উড়িয়ে দেবেন। কিন্তু বিয়ের সাজে ভারতীয় ডিজাইনারের পোশাক বেছে নিলেন বউমা! সব মিলিয়ে নাতির বিয়েতে তুমুল কটাক্ষের শিকার হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 4:16 pm

Healthy Alternatives |আটার রুটিতে হচ্ছে বদহজম? সুস্থ থাকতে পাতে রাখুন এই ৬ বিকল্প

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের ঘরে ঘরে ডায়েটের অবিচ্ছেদ্য অংশ হল রুটি। তবে চিরাচরিত গমের আটার রুটি সবার শরীরের সয় না। অনেকের ক্ষেত্রে এটি হজমের সমস্যা, রক্তে শর্করা বৃদ্ধি বা ওজন বাড়িয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। পুষ্টিবিদদের মতে, গমের আটার পরিবর্তে বৈচিত্র্যময় কিছু দানাদার শস্যের আটা ব্যবহার করলে শরীর থাকবে সতেজ ও রোগমুক্ত (Healthy Alternatives)। […] The post Healthy Alternatives | আটার রুটিতে হচ্ছে বদহজম? সুস্থ থাকতে পাতে রাখুন এই ৬ বিকল্প appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Jan 2026 4:12 pm

Dev on Dak Ticket: রানি ভিক্টোরিয়া থেকে মহাত্মা গান্ধী, এবার ডাকটিকিটে দেব! জেনে নিন ভারতীয় ডাকটিকিটের ইতিহাস

রুপোলি পর্দা থেকে সংসদের মঞ্চ, এবার ভারতের ডাক টিকিটেও নিজের মুখ দেখে আবেগে ভাসলেন অভিনেতা ও সাংসদ দেব (Dev)। তাঁর মুখ এবার শোভা পাচ্ছে ভারতীয় ডাক বিভাগের প্রকাশিত বিশেষ পোস্ট স্ট্যাম্পে। শনিবার নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সেই ডাক টিকিটের ছবি শেয়ার করে খুশির খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন দেব। ছবিতে দেখা যাচ্ছে, একটি ট্রেনের ইঞ্জিনের পাশে উজ্জ্বলভাবে জায়গা করে নিয়েছে দেবের মুখ। মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়, উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁর অনুরাগীরা। এই বিশেষ স্বীকৃতিতে আবেগপ্রবণ দেব ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাক টিকিট চালু করার জন্য ইন্ডিয়া পোস্টকে আন্তরিক ধন্যবাদ।” তিনি আরও জানান, এমন সম্মান তাঁর কল্পনারও বাইরে ছিল। ভারতীয় ডাক টিকিটের ইতিহাস ভারতীয় ডাক টিকিটের ইতিহাস শুধুমাত্র চিঠি পাঠানোর মাধ্যম নয়, এটি দেশের ঐতিহ্য ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল। ব্রিটিশ শাসনামলে ১৮৫৪ সালে ভারতে প্রথম ডাক টিকিট চালু হয়। এই টিকিটে ছিল রানি ভিক্টোরিয়ার ছবি। এর মাধ্যমে ভারতে আধুনিক ডাক ব্যবস্থার সূচনা হয়। এরপর দীর্ঘদিন ধরে ব্রিটিশ রাজা ও রানিদের ছবি ডাক টিকিটে স্থান পায়, যেমন রাজা জর্জ পঞ্চম ও জর্জ ষষ্ঠ। আরও পড়ুন: আজও রহস্য জনপ্রিয়তার শিখরে থাকা মহুয়ার মৃত্যু, দেবলীনার কণ্ঠে পাবে নতুন ভাষা! ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারত নিজের পরিচয়ে ডাক টিকিট প্রকাশের সিদ্ধান্ত নেয়। স্বাধীন ভারতের প্রথম ডাক টিকিটে মহাত্মা গান্ধীর ছবি ছিল। এই টিকিটটি দেশের স্বাধীনতা ও জাতির পিতার প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে ইতিহাসে বিশেষ স্থান করে নেয়। এরপর থেকে ভারতীয় ডাক টিকিটে স্থান পেতে শুরু করে নানা বিশিষ্ট ব্যক্তিত্ব, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহরু, ড. বি. আর. আম্বেদকরসহ বহু স্বাধীনতা সংগ্রামী, কবি, শিল্পী ও বিজ্ঞানী। চলচ্চিত্র ও সংগীত জগতে লতা মঙ্গেশকর, সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তিরা ডাকটিকিটে জায়গা পেয়েছেন। এইসব ডাকটিকিট আজ সংস্কৃতি ও গৌরবের মূল্যবান স্মারক। আরও পড়ুন: বলিউডে সাম্প্রদায়িকতার ছায়া? এ আর রহমানের মন্তব্যে বিতর্কের ঝড়

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 4:12 pm

India Bangladesh Trade |বাংলাদেশে খাদ্য সংকট মেটাতে ভরসা ভারত, হিলি সীমান্ত দিয়ে ২ লক্ষ টন আমদানির ছাড়পত্র দিল ইউনূস সরকার  

হিলি: চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং কালোবাজারি রুখতে ফের ভারত থেকে চাল আমদানির সবুজ সংকেত দিল বাংলাদেশ সরকার (India Bangladesh Trade)। রবিবার দুপুরে বাংলাদেশের তদারকি সরকারের খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে ২ লক্ষ মেট্রিক টন চাল আমদানির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরের (Hili Land Port) ব্যবসায়ীদের […] The post India Bangladesh Trade | বাংলাদেশে খাদ্য সংকট মেটাতে ভরসা ভারত, হিলি সীমান্ত দিয়ে ২ লক্ষ টন আমদানির ছাড়পত্র দিল ইউনূস সরকার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Jan 2026 4:12 pm

অভাগী মায়ের ইচ্ছাপূরণ! মেয়ে হারিয়ে ফিরতে চাননি বাংলাদেশে, ২০ বছর পর গঙ্গাসাগরেই মৃত্যু মহিলার

প্যারামেডিক্যাল কর্মী ছিলেন তিনি। বিশেষভাবে সক্ষম মেয়ে মল্লিকাকে বাঁচাতে কোনও খামতি রাখেননি। ভগবানের কাছে প্রার্থনাকেও পথ হিসাবে বেছে নিয়েছিলেন। বাংলাদেশের বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরতেন। কিন্তু বাঁচেনি তাঁর মেয়ে।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 4:02 pm

এক সপ্তাহে চতুর্থবার, ফের জম্মু ও কাশ্মীরের আকাশে পাক ড্রোন! বড়সড় নাশকতার ছক?

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সামবা জেলার রামগড় সেক্টরের দু’টি জায়গায় রহস্যজনক ড্রোনের দেখা মেলে। সেনা ক্যাম্পের কাছে সেগুলি পাক খাচ্ছিল বলে খবর।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 4:02 pm

বিপুল ঋণের বোঝা মেটাতে কাজের জন্য কর্ণাটকে! দুর্ঘটনায় প্রাণ গেল মালদহের আসলাম ও রেকাবাতের

কাঁধে ছিল ঋণের বোঝা। সেই ঋণ মেটানো ও টাকা উপার্জনের জন্য ভিনরাজ্যে পাড়ি জমিয়েছিলেন দুই পরিযায়ী শ্রমিক। সেখানেই ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ হারালেন মালদহের ওই দু'জন। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 3:55 pm

Science Fair: অবাক করছে ‘এক চাকার মোটরবাইক’, আচার্য সত্যেন্দ্রনাথ বসুর স্মরণে চলছে জমজমাট বিজ্ঞান মেলা

Science Fair in Kolkata: নবপ্রযুক্তির মোটর সাইকেল দেথতেও ব্যাপক ভিড় হচ্ছে। এছাড়া অ্যানাটমি বিভাগের স্টল এবং পুরনো আমলের রেডিও ও ঘড়ির বিরল সংগ্রহ নিয়ে সাজানো স্টলগুলিতেও সাধারণ মানুষের নজর কাড়ছে। বিভিন্ন কলেজের পড়ুয়াদের তৈরি বিজ্ঞানের মডেলগুলিও রীতিমতো মুগ্ধ করছে।

টিভি 9 বাংলা 18 Jan 2026 3:52 pm

Narendra Modi |‘পালটানো দরকার’, সিঙ্গুরে পরিবর্তন সংকল্প সভা থেকে গর্জন মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটু আগেই সিঙ্গুরে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের মঞ্চ থেকেই বার্তা দিয়েছিলেন সিঙ্গুর সানাপাড়ায় টাটার মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে থেকে তিনি অনেক কিছু বলতে চান। কার্যত করলেনও তাই। বক্তব্যের শুরুতেই নাম না করে তৃণমূল সরকারকে নিশানা করে বলেন ‘আসল পরিবর্তন চাই।’ মোদির কথায় বিহারে জঙ্গলরাজ শেষ করেছে এনডিএ। পশ্চিমবঙ্গ […] The post Narendra Modi | ‘পালটানো দরকার’, সিঙ্গুরে পরিবর্তন সংকল্প সভা থেকে গর্জন মোদির appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Jan 2026 3:52 pm

আর্টস নিয়ে পড়লেও করতে পারবেন লাখ টাকা আয়! কোন কোন পোস্টে পাবেন চাকরি? মাইনেই বা কত?

NSDC -এর তথ্য অনুযায়ী,ভারতে কর্পোরেট ও সার্ভিস সেক্টরে“ Communication-based roles”-এর চাহিদা গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। আর এই চাকরিগুলিতে আর্টস গ্র্যাজুয়েটদের নিয়োগ বেশি হচ্ছে> কর্পোরেট কমিউনিকেশন এক্সিকিউটিভ, এইচ আর এক্সিকিউটিভ/ এইচ আর বিজনেজ পার্টনার, ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজার, পাবলিক রিলেশনস অফিসারের মত পোস্টগুলোতে মিলছে চাকরি।জানেন আয় কত?

টিভি 9 বাংলা 18 Jan 2026 3:51 pm

Soaked Black Raisins Benefits: কালো শুকনো আঙুর জলে ভিজিয়ে খান, নিয়মিত খেলেই মিলবে এই স্বাস্থ্য উপকারিতা

Soaked Black Raisins Benefits: বর্তমান ব্যস্ত জীবনে অনেকেই এমন খাবারের খোঁজ করেন যা অল্প পরিমাণে খেলেই শরীরের নানা উপকার করে। ঠিক এমনই একটি সহজ অথচ অত্যন্ত কার্যকর খাবার হল কালো শুকনো আঙুর বা কালো কিশমিশ। বিশেষ করে যদি এই কালো কিশমিশ সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া যায়, তাহলে এর উপকারিতা কয়েকগুণ বেড়ে যায়। প্রাচীন আয়ুর্বেদ থেকে আধুনিক পুষ্টিবিদ্যা—সব জায়গাতেই ভেজানো কালো কিশমিশকে একটি শক্তিশালী প্রাকৃতিক টনিক হিসেবে ধরা হয়। কালো কিশমিশ কালো কিশমিশে রয়েছে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফাইবার এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। জলে ভিজিয়ে রাখলে কিশমিশের খোসা নরম হয়ে যায় এবং শরীর সহজেই এর পুষ্টিগুণ শোষণ করতে পারে। তাই সকালে ঘুম থেকে উঠে ভেজানো কালো কিশমিশ খাওয়াকে অনেক বিশেষজ্ঞই স্বাস্থ্যকর অভ্যাস হিসেবে মানেন। আরও পড়ুন- শীতকালে অ্যাসিডিটিতে ভুগছেন? এই ৬ খাবার দেবে দ্রুত আরাম, জানুন বিশেষজ্ঞের পরামর্শ হৃদযন্ত্র সুস্থ রাখতে কালো কিশমিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত ভেজানো কালো কিশমিশ খেলে রক্তনালির উপর চাপ কমে এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই হ্রাস পায়। যাঁরা উচ্চ রক্তচাপ বা হৃদরোগের আশঙ্কায় ভোগেন, তাঁদের জন্য এটি একটি প্রাকৃতিক সহায়ক খাবার হতে পারে। আরও পড়ুন- দৃষ্টিশক্তি কি ধীরে কমছে? আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শে চোখ সুস্থ রাখার সেরা উপায় জানুন রক্তাল্পতা বা শরীরে রক্তের ঘাটতির সমস্যায় ভুগছেন এমন মানুষের জন্য কালো কিশমিশ বিশেষভাবে উপকারী। কালো কিশমিশ আয়রনের একটি ভালো উৎস। সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খেলে আয়রন শোষণের ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে ধীরে ধীরে হিমোগ্লোবিনের মাত্রা উন্নত হয় এবং দুর্বলতা ও ক্লান্তি কমে। আরও পড়ুন- মাইগ্রেন শুরু হলে আর কষ্ট নয়, ঘরোয়া উপায়ে দ্রুত আরাম পাওয়ার কার্যকর উপায় জানুন ভেজানো কালো কিশমিশ শরীরকে তাৎক্ষণিক শক্তি জোগায়। এতে থাকা প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ ও ফ্রুক্টোজ খুব দ্রুত শরীরে শক্তি সরবরাহ করে। যারা সকালে দুর্বলতা অনুভব করেন বা সারাদিন কাজের জন্য এনার্জি চান, তাঁদের জন্য এটি একেবারে আদর্শ। জিমে যাওয়ার আগে বা দীর্ঘ সময় কাজের প্রস্তুতির জন্যও ভেজানো কিশমিশ উপকারী হতে পারে। আরও পড়ুন- স্থূলতা কমাতে এবং পাইলস উপশমে কার্যকর এই ভেষজ উদ্ভিদ! হজমশক্তি বাড়াতেও কালো কিশমিশের ভূমিকা উল্লেখযোগ্য। এতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা অন্ত্রের গতি স্বাভাবিক রাখে। নিয়মিত ভেজানো কালো কিশমিশ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে যায়। যাঁরা দীর্ঘদিন ধরে পেট পরিষ্কার না হওয়ার সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য এটি একটি সহজ ও প্রাকৃতিক সমাধান হতে পারে। ওজন কমানোর ক্ষেত্রেও ভেজানো কালো কিশমিশ উপকারী বলে মনে করা হয়। যদিও কিশমিশে প্রাকৃতিক শর্করা রয়েছে, তবে পরিমিত পরিমাণে খেলে এটি বিপাকক্রিয়া উন্নত করে। ভেজানো কিশমিশ দীর্ঘ সময় পেট ভরা থাকার অনুভূতি দেয়, ফলে অকারণে খাওয়ার প্রবণতা কমে যায়। এর ফলে ধীরে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। ত্বক ভালো রাখা এবং বার্ধক্যের লক্ষণ কমাতেও কালো কিশমিশ বেশ কাজের। এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরের ভেতরে থাকা ক্ষতিকর মুক্ত র‍্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে। নিয়মিত ভেজানো কিশমিশ খেলে ত্বক উজ্জ্বল থাকে, বলিরেখা দেরিতে দেখা দেয় এবং সামগ্রিকভাবে বয়সের ছাপ কম পড়ে। সব মিলিয়ে বলা যায়, ভেজানো কালো কিশমিশ একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক খাবার। প্রতিদিন সকালে কয়েকটি ভেজানো কালো কিশমিশ খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে, রক্তের ঘাটতি পূরণ হয়, হজমশক্তি বাড়ে এবং শরীরে নতুন শক্তির সঞ্চার হয়। তবে যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাঁদের ক্ষেত্রে এর পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 3:51 pm

এসআইআর শুনানিতে কেন ডাকা হয়েছে! বিএলওকে বেধড়ক মারধরের অভিযোগ মদ্যপ যুবকের

ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। এমনকী বিএলওর কাজ থেকেও অব্যাহতি চান আক্রান্ত অনুপমা।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 3:48 pm

Emergency Landing |শৌচাগারের টিস্যু পেপারে ‘বোমা’র হুমকি! লখনউতে জরুরি অবতরণ ইন্ডিগোর বাগডোগরাগামী বিমানের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক। মাঝ আকাশে আতঙ্ক ছড়ানোর জেরে রবিবার লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে (Lucknow Airport) জরুরি অবতরণ (Emergency Landing) করানো হলো ইন্ডিগো ৬ই-৬৬৫০ (6E-6650) বিমানটিকে। ঘটনার সূত্রপাত: পুলিশ ও বিমানবন্দর সূত্রে খবর, বিমানটি যখন মাঝ আকাশে, তখন শৌচাগারের ভেতর একটি টিস্যু পেপারে বোমা থাকার হুমকি বার্তা […] The post Emergency Landing | শৌচাগারের টিস্যু পেপারে ‘বোমা’র হুমকি! লখনউতে জরুরি অবতরণ ইন্ডিগোর বাগডোগরাগামী বিমানের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Jan 2026 3:48 pm

বোর্ডের নির্দেশকে ডোন্ট কেয়ার! রনজির বাকি মরশুমে যশস্বীকে পাবে না মুম্বই

গ্রুপ পর্বের বাকি দু'টি ম্যাচে বাঁহাতি ওপেনারকে পাবে না মুম্বই। যশস্বী কেন খেলবেন না? এর উত্তর অবশ্য পাওয়া যায়নি।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 3:41 pm

‘আমার বারাণসীর সঙ্গে জুড়ল বাংলা’, মোদির ‘মিশন বাংলা’য় সিঙ্গুরে কি ফিরবে শিল্প? 

রবিবার সিঙ্গুর থেকে ৩টি অমৃত ভারত, কলকাতায় ইলেকট্রিক কেটামেরন, বলাগড়ের বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্থর স্থাপন-সহ ৮৩০ কোটি টাকা প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 3:41 pm

Bankura: এই গ্রামে ফুটন্ত ঘিয়ে হাত ডুবিয়ে গুড়পিঠে ভাজেন ভাইয়েরা, কেন এই অদ্ভুত রীতি?

Bankura Mela: সাড়ে তিনশো বছর আগে সাত ভাই এর জন্য একমাত্র বোনের আত্মত্যগকে সম্মান জানিয়ে বোনের মঙ্গল কামনায় আজো ফুটন্ত ঘিয়ে হাত ডুবিয়ে গুড়পিঠে ভাজেন গ্রামের আদিবাসী যুবকেরা। মাঘের নির্দিষ্ট দিনে ভিন্ন ধর্মী এই যাপন দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান বাঁকুড়ার পাকুড়ডিহা গ্রামের মাঠে।

টিভি 9 বাংলা 18 Jan 2026 3:36 pm

Mahashivratri 2026 Date: মহাশিবরাত্রি কবে, ১৪ না ১৫ ফেব্রুয়ারি? রাতে পূজার সঠিক সময় ও শুভ মুহূর্ত জেনে নিন

Mahashivratri 2026 Date: হিন্দু ধর্মে মহাশিবরাত্রি এমন একটি পবিত্র তিথি, যা ভক্তি, ত্যাগ এবং আত্মশুদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর মহামাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে এই ব্রত পালিত হয়। বিশ্বাস করা হয়, এই রাতেই ভগবান শিব তাণ্ডব নৃত্যে লিপ্ত হন এবং ভক্তদের কষ্ট দূর করেন। শাস্ত্র মতে, মহাশিবরাত্রির দিনে উপবাস রেখে শিবলিঙ্গে জল অর্পণ করলে জীবনের নানা বাধা দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। ২০২৬ সালে মহাশিবরাত্রির তারিখ নিয়ে ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ এই বছরে মহামাসের কৃষ্ণ চতুর্দশ তিথি দুই দিন বিস্তৃত। অনেকেরই মনে প্রশ্ন, তাহলে মহাশিবরাত্রি কি ১৪ ফেব্রুয়ারি, না ১৫ ফেব্রুয়ারি পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী এই বিভ্রান্তির নিরসন করা জরুরি, কারণ মহাশিবরাত্রির মূল গুরুত্ব নিশীথ বা রাত্রিকালের পূজার সঙ্গে যুক্ত। দৃক পঞ্চাঙ্গ অনুসারে দৃক পঞ্চাঙ্গ অনুসারে, মহামাসের কৃষ্ণ চতুর্দশ তিথি শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৫টা ০৪ মিনিটে এবং শেষ হচ্ছে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩৪ মিনিটে। যেহেতু নিশীথ কাল মধ্যরাত্রির সঙ্গে সম্পর্কিত এবং সেই সময় চতুর্দশ তিথি থাকবে, তাই ২০২৬ সালে মহাশিবরাত্রি পালিত হবে ১৫ ফেব্রুয়ারি রবিবার। এই রাতের শিবপূজা করাই সবচেয়ে ফলপ্রসূ বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। আরও পড়ুন- জেগে দেখা টাকার স্বপ্ন পূরণের সঙ্গী স্বপ্ন! এই ৫টি জিনিস দেয় হঠাৎ অর্থপ্রাপ্তির ইঙ্গিত মহাশিবরাত্রি ২০২৬ সালের শুভ মুহূর্তগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাহ্ম মুহূর্ত ভোর ৫টা ২১ মিনিট থেকে ৬টা ১২ মিনিট পর্যন্ত থাকবে, যা ধ্যান ও জপের জন্য বিশেষ উপযোগী। দুপুরে অভিজিৎ মুহূর্ত থাকবে ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৫৯ মিনিট পর্যন্ত, এই সময় শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করা যেতে পারে। তবে মহাশিবরাত্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল নিশীথ পূজা। ২০২৬ সালে নিশীথ পূজার সময় গভীর রাত ১২টা ১১ মিনিট থেকে রাত ১টা ০২ মিনিট পর্যন্ত থাকবে। আরও পড়ুন- কবে সরস্বতী পূজা, কতক্ষণ থাকবে বসন্ত পঞ্চমী তিথি? শাস্ত্র মতে, মহাশিবরাত্রির রাতে চর প্রহরে শিবপূজা করলে বিশেষ ফল লাভ হয়। প্রথম প্রহর শুরু হবে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ১১ মিনিট থেকে রাত ৯টা ২৩ মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর থাকবে রাত ৯টা ২৩ মিনিট থেকে গভীর রাত ২টা ৩৬ মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হবে রাত ২টা ৩৬ মিনিট থেকে ভোর ৩টা ৪৭ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর চলবে ১৬ ফেব্রুয়ারি ভোর ৩টা ৪৭ মিনিট থেকে সকাল ৬টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রত্যেক প্রহরে শিবলিঙ্গে জল, দুধ বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে ভগবান শিব প্রসন্ন হন বলে বিশ্বাস। আরও পড়ুন- মাঘ মানেই বিয়ের হিড়িক! জানুন শুভ বিবাহ লগ্ন, একাদশী ও বিশেষ পুজোর দিনক্ষণ মহাশিবরাত্রির উপবাস ভাঙার সময়ও শাস্ত্রসম্মতভাবে নির্ধারিত। ২০২৬ সালে উপবাস ভাঙার শুভ সময় হবে ১৬ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৩টা ২৪ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে ফলাহার বা সাত্ত্বিক আহার গ্রহণ করাই শ্রেয়। আরও পড়ুন- শত্রুকে চিনতে ব্যর্থ, কুনজরের ফাঁদে পড়ে সাজানো জীবন তছনছ! ৫ রাশির ওপর থাকে বাঁকা চোখের চাহনি এই বছরে মহাশিবরাত্রিতে বিশেষ কিছু যোগও তৈরি হচ্ছে। পঞ্জিকা অনুসারে, সর্বার্থ সিদ্ধি যোগ এই দিনে থাকবে, যা সকাল ৭টা ০৪ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে। এই যোগে শিবপূজা করলে বহুদিনের ইচ্ছা পূরণের সম্ভাবনা থাকে। পাশাপাশি ব্যতিপাত যোগও থাকবে ১৬ ফেব্রুয়ারি ভোর ২টা ৪৭ মিনিট পর্যন্ত এবং শ্রবণ নক্ষত্র উত্তরাষাঢ়ার সঙ্গে যুক্ত থাকবে, যা এই তিথির আধ্যাত্মিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। মহাশিবরাত্রির পূজায় ব্যবহৃত সামগ্রীও বিশেষ তাৎপর্যপূর্ণ। শিবলিঙ্গে বেলপাতা, ভাঙ, ধুতুরা, ভস্ম এবং সাদা ফুল অর্পণ করা হয়। অভিষেকের জন্য গঙ্গাজল, দুধ, দই, মধু, ঘি এবং পঞ্চামৃত ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। ধূপ, দীপ, কর্পূর, চন্দন এবং সুগন্ধি দিয়ে শিবপূজা সম্পূর্ণ হয়। অনেক ভক্ত শিবকে বস্ত্র এবং অলংকার অর্পণ করেও পূজা করেন। সব মিলিয়ে বলা যায়, মহাশিবরাত্রির তারিখ (Mahashivratri 2026 Date) অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি এই পবিত্র ব্রত পালনের জন্য সর্বাধিক শুভ। সঠিক তিথি, নিশীথ পূজার সময় মানলে এবং শাস্ত্রসম্মত নিয়ম মেনে ভগবান শিবের আরাধনা করলে জীবনে শান্তি, শক্তি এবং কল্যাণ লাভ হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 3:24 pm

PM Narendra Modi |‘১০০ বছরে যা হয়নি, তা হয়েছে ২৪ ঘণ্টায়’, সিঙ্গুরে বললেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে সিঙ্গুরের মাটিতে কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। এদিন দুপুর ২টা ৫০ মিনিট নাগাদ সিঙ্গুরে (Singur) পৌঁছায় মোদির হেলিকপ্টার। প্রথমেই সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের ৮৩০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, […] The post PM Narendra Modi | ‘১০০ বছরে যা হয়নি, তা হয়েছে ২৪ ঘণ্টায়’, সিঙ্গুরে বললেন মোদি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Jan 2026 3:20 pm

PM Narendra Modi |সিঙ্গুরে দরাজ মোদি! ৮৩০ কোটির প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে সিঙ্গুরের মাটিতে কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন দুপুর ২টা ৫০ মিনিট নাগাদ সিঙ্গুরে পৌঁছায় মোদির হেলিকপ্টার। প্রথমেই সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের ৮৩০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যপাল সিভি আনন্দ বোস, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ […] The post PM Narendra Modi | সিঙ্গুরে দরাজ মোদি! ৮৩০ কোটির প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Jan 2026 3:20 pm

Burdwan: ৭২ ঘণ্টার মধ্যে সভাপতি বদল! নেপথ্যে দলীয় বৈষম্যের অভিযোগ

Burdwan: বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, সমীর সাঁই দীর্ঘদিন ধরেই সংগঠনের কোনও কার্যকরি ভূমিকা পালন করেননি। তাঁর আমলে সিপিআইএম একের পর এক মিছিল করলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও জোরাল কর্মসূচি নেওয়া হয়নি। অথচ তৃণমূলের পুরনো কর্মী অখিল বাগকে কোনও কারণ না দেখিয়েই সরিয়ে দেওয়া হল।

টিভি 9 বাংলা 18 Jan 2026 3:17 pm

Pm Modi Singur Rally:'১০৯ + ৭৭ কত হয়?' আসন্ন বিধানসভা ভোটের ফল নিয়ে সুকান্তর নয়া সমীকরণ এখন রীতিমতো চর্চায়!

PM Narendra Modi Singur Rally: রবিবার সিঙ্গুরের মাটিতে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদীর আগে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সিঙ্গুরের মাটি থেকে ফের একবার শিল্পায়ন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। নাম না করে একইসঙ্গে নিশানায় নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। মমতার সরকারের ‘ঘুগনি শিল্প’-এর তত্ত্বকে কটাক্ষ করে সুকান্তের প্রশ্ন, সাধারণ মানুষকে পরামর্শ দিলেও নিজের পরিবারের ক্ষেত্রে কেন সেই দাওয়াই প্রয়োগ করলেন না মুখ্যমন্ত্রী? পাশাপাশি ভোটার তালিকা সংশোধন নিয়েও শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। এদিন সিঙ্গুরের জনসভা থেকে রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নেন সুকান্ত। তিনি বলেন, ঘুগনি বেচে যদি শিল্প হয়, তাহলে আপনি আপনার ভাইপোকে দিয়ে ঘুগনি বিক্রি করালেন না কেন? তাঁর অভিযোগ, সাধারণ যুবক-যুবতীদের মুখ্যমন্ত্রী ঘুগনি বিক্রির পরামর্শ দিলেও নিজের পরিবারের কাউকে সেই পরামর্শ দেন না। আরও পড়ুন- PM Modi’s Singur Visit LIVE: 'সিঙ্গুরের মাটিতেই গড়ে উঠবে শিল্প', মোদীর সভার প্রাক্কালে বার্তা বঙ্গ বিজেপির এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীকে তীব্র ব্যঙ্গ করে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির সংযোজন, আগে তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে লিখতেন অগ্নিকন্যা। এখন লিখুন ঘুগনি কন্যা। রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যুবক-যুবতীদের রাজ্য ছাড়া করে দিয়েছেন। আরও পড়ুন- বেলডাঙ্গা অশান্তির ঘটনায় পুলিশের জালে ৩০, নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে তিন দিন পর গেলেন ইউসুফ পাঠান শিল্পায়নের পাশাপাশি এদিন ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) ইস্যুতেও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, ‘স্যার’ (SIR)-কে সামনে রেখে রাজ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তিনি পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, রাজ্যের ১০৯টি বিধানসভা কেন্দ্রে গত একুশে ও চব্বিশের নির্বাচনে তৃণমূল যে ব্যবধানে জিতেছে, এসআরআই-এর মাধ্যমে তার চেয়েও বেশি সংখ্যক ভোট বাতিল করা হয়েছে। আরও পড়ুন- আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন স্রেফ একটা প্রহসন, দিল্লি থেকে ইউনূসকে কড়া বার্তা হুগলি লোকসভা কেন্দ্রের উদাহরণ টেনে সুকান্ত বলেন, হুগলি লোকসভায় ২০২৪ সালে বিজেপি হেরেছে ৭৬ হাজার ৮৫৩ ভোটে। অথচ এসআরআই-তে এখনো পর্যন্ত এই কেন্দ্রে ১ লক্ষ ২৬ হাজারের বেশি ভোট বাতিল হয়েছে। তাঁর দাবি, রাজ্যের ১০৯টি আসনেই একই ছবি। বিজেপি ৭৭টি আসনে জিতেছে। ১০৯টি আসনে কারচুপির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, তাহলে ১০৯-এর সঙ্গে ৭৭ যোগ করলে কত হয়? পরোক্ষে তিনি দাবি করেন, সঠিক ভোটার তালিকা থাকলে ফলাফল অন্যরকম হতে পারত। সিঙ্গুরের মতো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ জায়গা থেকে সুকান্ত মজুমদারের এই জোড়া আক্রমণ—একদিকে শিল্পায়ন ও অন্যদিকে ভোটার তালিকা, রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 3:15 pm

Yusuf Pathan: বেলডাঙায় অবশেষে দেখা গেল ইউসুফ পাঠানকে, ‘অনুপস্থিতি’ নিয়ে কী বললেন?

Yusuf Pathan in Beldanga: নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে যেতে দেখা গেল ইউসুফ পাঠানকে। এলাকাতেই ছিলেন, দাবি বহরমপুরের তৃণমূল সাংসদের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “আমি এখানেই ছিলাম। আমাদের সঙ্গে জনপ্রতিনিধি, বিধায়করা মাঠে নেমে সর্বদাই কাজ করছেন।”

টিভি 9 বাংলা 18 Jan 2026 3:14 pm

Elephant Attack |কুঞ্জনগরে হাতির তাণ্ডব, বিঘার পর বিঘা তছনছ আলু খেত, কপালে চিন্তার ভাঁজ চাষিদের  

ফালাকাটা: উত্তরবঙ্গের বন্যপ্রাণী ও মানুষের সংঘাতের রেশ কাটছেই না। শনিবার রাতভর ফালাকাটার কুঞ্জনগর এলাকায় একদল হাতির তাণ্ডবে তছনছ হয়ে গেল বিঘার পর বিঘা আলু খেত (Elephant Attack)। জলদাপাড়া বনাঞ্চল (Jaldapara National Park) থেকে লোকালয়ে ঢুকে পড়া হাতির দলটি কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালায়, যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার প্রান্তিক চাষিরা। বন দপ্তর […] The post Elephant Attack | কুঞ্জনগরে হাতির তাণ্ডব, বিঘার পর বিঘা তছনছ আলু খেত, কপালে চিন্তার ভাঁজ চাষিদের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Jan 2026 3:08 pm

চোখের সামনে সলিল সমাধি ইঞ্জিনিয়ার ছেলের! ‘বাবা, আমি মরতে চাই না’, কানে ভাসছে শেষ আর্তি

অফিস থেকে বাড়ি ফেরার পথে বাণিজ্যিক প্রকল্পের জন্য খনন করা ৭০ ফুট গভীর গর্তে পড়ে যায় যুবরাজ মেহতার এসইউভি।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 3:07 pm

সিঙ্গুরে মোদীর হেলিপ্যাডের পাশে আগুন, কে আগুন ধরাল?

PM Narendra Modi: সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগেই অঘটন। দাউদাউ করে আগুন ধরে গেল পাশের ফাঁকা জমিতে। হেলিপ্য়াডের ঠিক পাশের জমিতেই আগুন ধরে যায়। এই হেলিপ্যাডেই প্রধানমন্ত্রী মোদীর কপ্টারের অবতরণ করার কথা। দমকল কর্মীরা দ্রুত গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

টিভি 9 বাংলা 18 Jan 2026 3:06 pm

BLO in SIR: ব্রেনস্ট্রোক! আশঙ্কজনক অবস্থায় ডায়মন্ড হারবার থেকে BLO কে পাঠানো হল কলকাতায়

SIR: ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রায়দিঘির মথুরাপুর-২ নম্বর ব্লকের বাসিন্দা তথা ১১০ নম্বর বুথের বিএলও মাহবুব রহমান মোল্লা (৫২)। পরিবারের দাবি, এসআইআর পর্বে অতিরিক্ত কাজের চাপের কারণেই তার এই অবস্থা হয়েছে।

টিভি 9 বাংলা 18 Jan 2026 3:06 pm

দেশে ফিরে প্রতারণার শিকার! ডিজিটাল অ্যারেস্ট ১৫ কোটি লুট চিকিৎসক দম্পতির, ফিরবেন আমেরিকায়

১৭ দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট! সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে প্রায় ১৫ কোটি টাকা খুইয়েছিলেন দিল্লির চিকিৎসক দম্পতি। সেই ঘটনার তদন্তে নেমে গুজরাট থেকে দু'জনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 3:05 pm

Purulia News: নির্জন এলাকায় টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ! রাতারাতি অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ

Purulia Physical Assault Case: সেখানে গোপন জবানবন্দি দেন নির্যাতিতা। এরপরেই নির্যাতিতা বয়ানের ভিত্তিতে শুরু হয় তল্লাশি। রবিবার সকালে এই ঘটনায় মোট সাত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আজই পুরুলিয়া নিম্ন আদালতে পেশ করা হয়েছে তাঁদের। পকসো আইনে ধারায় মামলাও রুজু করা হয়েছে।

টিভি 9 বাংলা 18 Jan 2026 3:04 pm

Purbo Medinipur: বিজেপি প্রধানের একটা ফেসবুক পোস্ট, অন্ধকার ঘর থেকে উদ্ধার করল পুলিশ, নেপথ্যে রাজনীতি নয়, বরং পরিবারের যে কেলেঙ্কারি উঠে এল

Khejuri: প্রধানের দাবি, গত ১৫ জানুয়ারি পঞ্চায়েত অফিস থেকে ফেরার পথে তাঁকে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর জাহানাবাদ এলাকার কেশব মণ্ডলের বাড়িতে তাঁকে তালাবন্দি করে রাখা হয়েছিল। শনিবার সকালে তিনি একটি ফেসবুক পোস্ট করে লেখেন, 'আমাকে অপহরণ করে আটকে রাখা হয়েছে। আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান।'

টিভি 9 বাংলা 18 Jan 2026 3:03 pm

Govindaa-Sunita Ahuja: ৬৩ বছর বয়সে নতুন বিতর্ক! গোবিন্দার বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী সুনিতা, কোন অভিনেত্রীতে আসক্ত অভিনেতা?

বলিউডের জনপ্রিয় তারকা গোবিন্দার স্ত্রী, সুনীতা আহুজা আবারও অভিনেতার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দিলেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, হিরো নং ১ তারকা নাকি একজন নবাগত অভিনেত্রীর সঙ্গে বঅৈধ সম্পর্কে জড়িয়েছেন। এবং একই নারীর মাধ্যমে ব্ল্যাকমেইলও হচ্ছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যদি আমার সন্দেহ নিশ্চিত হয়, গোবিন্দাকে আমি কখনও ক্ষমা করব না।” ‘২০২৫ ছিল বিপর্যয়’- দাম্পত্য নিয়ে ক্ষোভ প্রকাশ মিস মালিনিকে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা জানান, ২০২৫ সাল তাঁর ব্যক্তিগত জীবনের সবচেয়ে অস্থির বছর ছিল। তিনি বলেন, “গোবিন্দা সম্পর্কে যা শুনছিলাম, তাতে আমি ভীষণ হতাশ। ৬৩ বছর বয়সে এরকম আচরণ মানানসই নয়, বিশেষ করে যখন সন্তানরা বড় হয়ে গেছে।”তিনি আশা প্রকাশ করেন- ২০২৬ সালে তাঁর স্বামী “সদ্‌বুদ্ধি” পাবেন এবং বুঝবেন যে পরিবারই সবচেয়ে বড় শক্তি। Kangana Ranaut-A R Rahman: 'হিংসুটে-ঘৃণার চোটে', কঙ্গনার সঙ্গে দেখাও করতে চাননি, রহমানের বিতর্কিত মন্তব্যে ক্ষেপে আগুন পর্দার কুইন ‘একবার আস্থা ভাঙলে বিয়ে টেকে না’ বিয়ে বজায় রাখার সূত্র জানতে চাইলে সুনীতা বলেন, “স্ত্রীর প্রতি আস্থা থাকা জরুরি। একবার বিশ্বাস নষ্ট হলে দাম্পত্য আর টেকে না। আজকাল ডিভোর্স আর বিশ্বাসঘাতকতা খুব সাধারণ হয়ে গেছে। আমার কাছে এগুলো গ্রহণযোগ্য নয়।” ‘গোবিন্দার কিছুই ছিল না, তবুও ভালোবেসে বিয়ে করেছি’ নিজেদের প্রেমের শুরুর কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি ৯ম শ্রেণিতে, আর গোবিন্দা বিকমের শেষ বর্ষে পড়তেন। আমি ধনী পরিবারের মেয়ে, ওর তখন বাড়ি–গাড়ি কিছুই ছিল না। যদি টাকার পেছনে দৌড়াতাম, তবে বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করতাম। কিন্তু আমি ১৫ বছর বয়সেই ঠিক করেছিলাম, গোবিন্দাকেই বিয়ে করব।” হিন্দুশাস্ত্র ঘেঁটে মেয়ের নাম রাখলেন রাজকুমার-পত্রলেখা ‘কোমল নামটি সমস্যাযুক্ত’- ইঙ্গিতপূর্ণ মন্তব্য সাক্ষাৎকারে সুনীতা একটি নাম উল্লেখ করে সম্ভাব্য তৃতীয় ব্যক্তির দিকে ইঙ্গিত করেন। তিনি মজা করেই বলেন, “কোমল নামটা সমস্যা তৈরি করছে। আমি এই নামটা ঘৃণা করি।” তাঁর এই মন্তব্যেই জল্পনা আরও বেড়েছে। তাহলে কি মেয়েটার নাম কোমল? ‘৬৩ বছরে ভুল করলে মানায় না’- সুনীতার কড়া সতর্কতা তিনি অভিযোগ করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা কিছু তরুণী বড় তারকাদের প্রলুব্ধ করে এবং পরে ব্ল্যাকমেইল করে। তাঁর কথায়, “তাদের সুগার ড্যাডি লাগে। দেখতে ২ পয়সার মত। কিন্তু তাঁদের নায়িকা হতে হবে।” তিনি আরও বলেন, “গোবিন্দার বয়স ৬৩। এখন ভুল করলে চলবে না। মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের ক্যারিয়ার সামনে।” প্রতি সেশনে ১৩০০ থেকে ১৪০০ ক্যালোরি বার্ন করাই ছিল লক্ষ্য! ‘যদি নিশ্চিত হই, ক্ষমা করব না’ শেষে তিনি গোবিন্দার পরিবার ও পরিজনদেরও দায়ী করেন, দাবি করেন- তারা অভিনেতার মাথা ঘুরিয়ে দিচ্ছে। তাঁর স্পষ্ট বক্তব্য, “সব নিশ্চিত হলে- আমি গোবিন্দাকে কখনও ক্ষমা করব না।”

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 3:00 pm

SIR in Bengal: কাজের মাঝেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিএলও, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে

BLO: স্থানীয় গৌরীপুর এলাকার একটি স্কুলের শিক্ষক হিসাবে কাজ করলেও মাহবুব বর্তমানে মথুরাপুর-২ ব্লকের ১১০ নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন। পরিবার সদস্যরা বলছেন, এসআইআর-র কাজ শুরু হওয়ার পর থেকেই তিনি প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি।

টিভি 9 বাংলা 18 Jan 2026 2:55 pm

PM Narendra Modi at Singur: জমি আন্দোলনের ভূমিতে আজ প্রধানমন্ত্রী, শিল্প নিয়ে বড় কোন বার্তা?

PM Narendra Modi at Singur: লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুকান্ত মজুমদার : তৃণমূল ভয় দেখাচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, এই মঞ্চ থেকে পরিস্কার করে বলছি, তৃণমূল যত টাকা বলবে, তার থেকে ৫০ টাকা বেশি হলেও আমরা লক্ষ্মীর ভান্ডারে দেব। এটা আমাদের গ্যারান্টি।

টিভি 9 বাংলা 18 Jan 2026 2:53 pm

২০১১-এ বাংলায় বদল, সেই সিঙ্গুরই আবার এক পরিবর্তন আনবে?

Singur: ২০০৮ সালে সিঙ্গুরের আন্দোলন বামেদের বিদায় ঘণ্টা বাজিয়েছিল। সিঙ্গুরের দো-ফসলা জমিতে টাটা ন্যানোর কারখানা এবং সেই কারখানাকে কেন্দ্র করে যে জমি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনই বিরোধী নেত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

টিভি 9 বাংলা 18 Jan 2026 2:44 pm

মালদহে মোদির সভায় ছিলেন না, এবার সিঙ্গুরেও ব্রাত্য ‘দাবাং’দিলীপ

সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভামঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে কি না তা নিয়ে চর্চা চলছিল দলের মধ্যেই। পদ্ম শিবিরের খবর, দিলীপ বিরোধী শিবির অবশ্য চাইছে না দিলীপকে মোদির সভা মঞ্চে রাখতে।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 2:40 pm

সিঙ্গুর সভা LIVE: হেলিপ্যাডের পাশে আগুন, সিঙ্গুর পৌঁছলেন মোদি, চক্রান্তের অভিযোগ বিজেপির

দমদম বিমানবন্দর থেকে সিঙ্গুরের উদ্দেশে রওনা দিয়েছেন মোদি।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 2:38 pm

Dilip Ghosh: ‘প্রধানমন্ত্রীকে বলব…’, একগুচ্ছ অভিযোগ জানাবেন দিলীপ

PM Modi in Singur: চলতি বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজনীতির চর্চায় উঠে এল সেই সিঙ্গুর। এই সিঙ্গুর আন্দোলনের হাত ধরেই বাংলায় পট পরিবর্তন হয়েছিল। বাংলা ছেড়ে গুজরাটে চলে গিয়েছিল টাটা ন্যানোর কারখানা।

টিভি 9 বাংলা 18 Jan 2026 2:36 pm

Bayron Biswas: ‘আমাকেও লাইনে দাঁড়াতে হবে?’, শুনানির নোটিস পেতেই ক্ষোভে ফাটলেন বায়রন

Bayron Biswas Gets Hearing Notice: একা বায়রন নয়, সাম্প্রতিককালে শুনানির জন্য ডাক পেয়েছেন একঝাঁক নামজাদা ব্য়ক্তিত্ব। যা ঘিরে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার শুনানির নোটিস পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ অধ্যাপক সামিরুল ইসলামকে। এছাড়াও নোটিস পেয়েছেন অভিনেতা তথা রাজনীতিক দেবও।

টিভি 9 বাংলা 18 Jan 2026 2:35 pm

Recipe |তাড়াবে সর্দি-কাশি, শীতের দুপুরে পাতে পড়ুক জিভে জল আনা কালোজিরের ভর্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ মানেই বাঙালির পাতে নানাবিধ মুখরোচক পদের সমাহার। তবে এই সময়েই ঘরে ঘরে হানা দেয় সর্দি-কাশি ও ঠান্ডা লাগার সমস্যা। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং মুখের স্বাদ ফেরাতে ভেষজ গুণসম্পন্ন কালোজিরের ভর্তা হতে পারে আপনার সেরা পথ্য। নামমাত্র উপকরণে ও খুব কম পরিশ্রমে বানিয়ে নেওয়া যায় এই উপাদেয় পদটি (Recipe)। […] The post Recipe | তাড়াবে সর্দি-কাশি, শীতের দুপুরে পাতে পড়ুক জিভে জল আনা কালোজিরের ভর্তা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Jan 2026 2:34 pm

‘আগে সিপিএম করতাম, এখন বিজেপি করি’, সিঙ্গুরে মোদির সভায় বলছেন ‘মদ্যপ ভক্ত’

মোদির সভার আগে মদ্যপের কীর্তি ভাইরাল, ভিডিও পোস্ট করে খোঁচা কুণাল ঘোষের।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 2:26 pm

আমেরিকার পয়সায় ভারতকে এআই পরিষেবা দিচ্ছে চ্যাটজিপিটি! ট্রাম্পের উপদেষ্টার মন্তব্যে নতুন সংঘাত?

হোয়াইট হাউসের প্রাক্তন মুখ্য কৌশলী স্টিভ ব্যাননকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো বলেন, ভারত এআই ব্যবহার করবে, আর তার জন্য আমেরিকার নাগরিকেরা কেন পয়সা খরচ করবেন?”

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 2:26 pm

Amazon Mega Electronics Days Sale: মেগা ইলেকট্রনিক্স ডেজ সেল! ল্যাপটপ, স্মার্টওয়াচ ইয়ারবাডে পান ফ্ল্যাট ৭৫% ছাড়

Amazon Mega Electronics Days Sale: অ্যামাজন মেগা ইলেকট্রনিক্স ডেজ সেল উপলক্ষ্যে এখন ল্যাপটপ, স্মার্টওয়াচ ও ইয়ারবাডে মিলছে ৭৫% ছাড়। শুরু হয়ে গেল অ্যামাজনের Mega Electronics Days Sale। এই বিশেষ সেলে Dell, Sony, Samsung-সহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ, ইয়ারবাড, হেডফোন ও স্পিকারে মিলছে বড়সড় ছাড়। অ্যামাজন সূত্রে খবর, এই সেলে কিছু নির্বাচিত পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই সেল চলবে ১২ ডিসেম্বর থেকে আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স ডেজ সেলে ল্যাপটপ বিভাগে একাধিক আকর্ষণীয় অফার রয়েছে। HP Omnibook 5 মডেলটি যেখানে আগে দাম ছিল ৮৩,০৭৫ টাকা, সেখানে সেলে মিলছে ৬১,৯৯০ টাকায়। এই ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চির ২কে OLED ডিসপ্লে, ১৬GB র‍্যাম ও ৫১২GB SSD স্টোরেজ। Asus TUF A15 RTX 3050 ল্যাপটপটি সেলে ৮৩,৯৯০ টাকার বদলে ৬৪,২৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে রয়েছে AMD Ryzen 7 প্রসেসর, ১৬GB র‍্যাম, ৫১২GB স্টোরেজ এবং ১৪৪Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। Asus Vivobook 13th Gen i5 মডেলটি ৮৪,৯৯০ টাকার পরিবর্তে ৬১,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি HP Victus RTX 3050 ল্যাপটপটি ৮৭,২৬২ টাকার বদলে ৭০,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। Acer Aspire Lite ল্যাপটপটির দাম কমে দাঁড়িয়েছে ৪৩,৯৯০ টাকা। হেডফোন ও স্পিকার বিভাগেও মিলছে বড় ছাড়। boat Aavante Bar 1600D যেখানে এমআরপি ২১,৯৯০ টাকা, সেখানে সেলে পাওয়া যাচ্ছে মাত্র ৬,৪৪৯ টাকায়। Sony WH-1000XM5 হেডফোনের দাম নেমে আসতে পারে ২৯,৯৯০ টাকায়। JBL Tune Beam 2 ইয়ারবাড ৮,৯৯৯ টাকার বদলে ৫,৪৯৮ টাকায় কেনা যাচ্ছে। Zebronics Jukebar 9900 স্পিকার ৮৪,৯৯৯ টাকার পরিবর্তে ২৩,৯৯৯ টাকায় এবং GOBOULT Mustang Torq ইয়ারবাড ১,৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। স্মার্টওয়াচ বিভাগেও রয়েছে একাধিক আকর্ষণীয় অফার। Fire Boltt Talk এবং Boat Wave Call 3 স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে মাত্র ১,৩৯৯ টাকায়। Apple Watch SE3 কেনা যাচ্ছে ২৫,৯০০ টাকায়। NoiseFit Halo-এর দাম ২,৯৯৯ টাকা, OnePlus Watch 2 মিলছে ১৩,৯৯৯ টাকায়। এছাড়াও Amazfit T-Rex 3, Garmin Instinct 2X Solar এবং Samsung Galaxy Watch 8-এর মতো প্রিমিয়াম স্মার্টওয়াচেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ট্যাবলেট বিভাগেও ডিসকাউন্টের বন্যা। Lenovo Idea Tab with Pen পাওয়া যাচ্ছে ২১,৯৯৯ টাকায়। Xiaomi Pad 7-এর দাম ২৯,৯৯৯ টাকা, OnePlus Pad Lite মিলছে ১২,৯৯৯ টাকায়। Samsung Galaxy Tab S10 Lite বিক্রি হচ্ছে ২৭,৯৯৯ টাকায় এবং Galaxy Tab A11+ পাওয়া যাচ্ছে ১৮,৪৯৯ টাকায়। সব মিলিয়ে, অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স ডেজ সেল ইলেকট্রনিক্স কেনার জন্য বড় সুযোগ এনে দিয়েছে ক্রেতাদের সামনে। যারা নতুন ল্যাপটপ, স্মার্টওয়াচ বা অডিও ডিভাইস কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সেল হতে পারে দারুণ লাভজনক। আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া থেকে আয় কোটি কোটি টাকা, তালিকায় শীর্ষে এই ৫ ভারতীয় তারকা আরও পড়ুন- গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন? আরও পড়ুন- হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে আরও পড়ুন- ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি ! আরও পড়ুন- এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 2:25 pm

PM Narendra Modi: ভোটের আগে সিঙ্গুরে ঠিক কী কী কর্মসূচি বিজেপির? কী বার্তা দেবেন মোদী?

Modi in Singur: জমি আন্দোলনের জেরে সিঙ্গুর থেকে হাত তুলে নিতে হয়েছিল টাটাদের। তারপর যদিও টাটাদের ন্যানো ফ্যাক্টরি চলে গিয়েছিল গুজরাটের সানন্দে। সেই সময় যদিও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন দেশের প্রধানমন্ত্রী। স্বভাবতই বাংলায় পরিবর্তনের মাইলস্টোন সেই সিঙ্গুরে এসে এখন মোদী কী বলেন সেদিকে নজর রয়েছে গোটা বাংলার।

টিভি 9 বাংলা 18 Jan 2026 2:24 pm

মোদির সিঙ্গুরের সভায় বিজেপি কর্মীদের পাতে ‘ডিম্ভাত’, ফিরল তৃণমূলের ব্রিগেডের স্মৃতি

মোদির সভার আগে সস্তায় পুষ্টিকর খাবারে পেট ভরালেন কর্মী-সমর্থকরা।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 2:23 pm

গণধর্ষণে গভীর ক্ষত, মানসিকভাবে বিপর্যস্ত! ২ বছর পর মৃত্যু মণিপুরের তরুণীর, মেয়েটাকে বাঁচতে দিল না’, ভেঙে পড়লেন মা 

যৌনাঙ্গে গভীরক্ষত-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগতে থাকেন। মানসিকভাবেও ভেঙে পড়েন তিনি। গুয়াহাটিতে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু প্রায় ২ বছর পরও শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে পারেননি তিনি।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 2:22 pm

Beldanga Violence: বেলডাঙায় যেখানেই অশান্তি, সেখানেই হাজির এই মতিউর! কে ইনি?

Beldanga Violence: উত্তপ্ত বেলডাঙা। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করেই আগুন জ্বলল মুর্শিদাবাদে। গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে। যাদের মধ্যে একজন আবার মিম নেতা। শনিবারের হিংসার ঘটনায় গ্রেফতার করা হয় মতিউর রহমান নামে এক মিম নেতাকে।

টিভি 9 বাংলা 18 Jan 2026 2:19 pm

রয়েছে তিনটি ৫০-মেগাপিক্সেল ক্যামেরা, OnePlus-এর ফ্ল্যাগশিপ ফোনে ১০,০০০-এর বড়সড় ছাড়

OnePlus-এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে এক দারুণ সুযোগ। ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন, OnePlus-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য অনলাইন মাধ্যমে সংস্থার আগের ফ্ল্যাগশিপ ফোন OnePlus 13-এ মিলছে বড়সড় ছাড়। দামের উপর সরাসরি কাটছাঁটের পাশাপাশি ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ সুবিধার মাধ্যমে ক্রেতারা অতিরিক্ত সাশ্রয় করতে পারবেন। বর্তমানে OnePlus 13-এর 12GB র‍্যাম ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ৬৩,৯৯৯ টাকায় বিক্রির জন্য লিস্টেড । চলতি বছরের জানুয়ারিতে ফোনটি ৬৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। ব্যাঙ্ক অফারের ক্ষেত্রে HDFC Bank এবং Axis Bank কার্ডে পেমেন্ট করলে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলছে, যার ফলে ফোনটির দাম নেমে আসছে ৫৯,৯৯৯ টাকায়। এছাড়াও পুরনো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৪৪,৩৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে। তবে এক্সচেঞ্জ অফারের সুবিধা পুরনো ফোনের অবস্থা ও মডেলের উপর নির্ভর করবে। স্পেসিফিকেশনের দিকে তাকালে, OnePlus 13-এ রয়েছে ৬.৮২ ইঞ্চির Quad HD+ LTPO 4.1 ProXDR ডিসপ্লে, যার রেজোলিউশন ১৪৪০৩১৬৮ পিক্সেল। ডিসপ্লেটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪৫০০ নিটস পিক ব্রাইটনেসের সুবিধা রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী অক্টা-কোর Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ৫জি, Wi-Fi 7, ব্লুটুথ ৫.৪, NFC এবং GPS। ক্যামেরা সেগমেন্টে OnePlus 13-এ রয়েছে তিনটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর মধ্যে f/1.6 অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, OIS সাপোর্ট সহ f/2.6 অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং f/2.0 অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে f/2.4 অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির দৈর্ঘ্য ১৬২.৯ মিমি, প্রস্থ ৭৬.৫ মিমি, পুরুত্ব ৮.৯ মিমি এবং ওজন ২১৩ গ্রাম। আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া থেকে আয় কোটি কোটি টাকা, তালিকায় শীর্ষে এই ৫ ভারতীয় তারকা আরও পড়ুন- গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন? আরও পড়ুন- হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে আরও পড়ুন- ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি ! আরও পড়ুন- এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 2:18 pm

টয়লেটের টিস্যু পেপারে লেখা, ‘বোমা আছে’, আতঙ্ক বাগডোগরাগামী বিমানে, তড়িঘড়ি অবরতণ

যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় যাবতীয় পদক্ষেপ বিমান সংস্থার তরফে নেওয়া হয়েছে।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 2:14 pm

এক সূর্যের স্মৃতি ফেরাল আরেক সূর্য! বাংলাদেশের বিরুদ্ধে নজরকাড়া ক্যাচ নিয়ে চর্চায় বৈভব 

যুব বিশ্বকাপের মঞ্চে অনবদ্য ক্যাচ নিয়ে সূর্যের স্মৃতি ফেরাল অন্য সূর্য। একটা ক্যাচ ম্যাচের রং যে বদলে দিতে পারে, তা প্রমাণিত হল আবার।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 2:14 pm

‘শু ছাড়া দে, হয় নাকি?’সোমে বিনোদুনিয়ার সবথেকে বড় চমক দেবেন দেব-শুভশ্রী

'শু' ছাড়া আবার 'দে', হয় নাকি? দু'য়ে মিলেই তো 'দেশু' জুটি। আর সেই জুটির আগামী ছবি নিয়ে রবিবাসরীয় সকালে বড় খবর দিলেন শুভশ্রী। জানালেন পরবর্তী চমকের বিষয়েও।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 2:12 pm

‘ইন্টারনেট দেখে ছেলেরা সামলাতে পারে না’, ধর্ষণের কারণ ব্যাখ্যা করে আজব যুক্তি সপা নেতার

শনিবার কংগ্রেসের এক বিধায়ক বলে বসেন, সুন্দরী মহিলাদের দেখে বিভ্রান্ত হয়ে পুরুষরা ধর্ষণ করে। তারপর প্রকাশ্যে এসেছে সমাজবাদী পার্টির নেতা সৈয়দ তুফেল হাসানের মন্তব্য।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 2:09 pm

তৃণমূল বলেই হয়রানি! এবার SIR শুনানির নোটিস পেলেন বায়রন বিশ্বাস, বাপি হালদার

'সংখ্যালঘু ও তফসিলিদের হেনস্তা' বলে ক্ষোভপ্রকাশ সাংসদ বাপি হালদারের, বায়রন বিশ্বাসের প্রতিক্রিয়া, 'অনৈতিক এসআইআর মানছি না।'

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 2:05 pm

ভাতের থালা হাতে লঞ্চের সিঁড়ি দিয়ে নামছিলেন, আচমকা কী হল? সুন্দরবনে মর্মান্তিক পরিণতি গড়িয়ার যুবকের

শীতের মরশুমে সুন্দরবনে এখন পর্যটকদের ভিড়। তারই মধ্যে ঘটে গেল ভয়াবহ ঘটনা। রাতের অন্ধকারে বোট থেকে মাতলা নদীতে তলিয়ে গেলেন এক পর্যটক। তাঁর খোঁজে চলছে তল্লাশি। তিনই কি আদৌ বেঁচে আছেন? সেই প্রশ্নও উঠছে। নিখোঁজ ওই পর্যটকের নাম সুমন্ত পাল।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 2:04 pm

Dev-Shubhashree Facebook Live: দেশু ৭ নিয়ে মহাচমক! লাইভে আসছেন দেব-শুভশ্রী

টলিউডে আবারও উন্মাদনার পারদ চড়ালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার পাতায় হঠাৎ করেই আনন্দ, কৌতূহল আর সারপ্রাইজের গন্ধ ছড়িয়ে দিলেন শুভশ্রী ( Subhashree Ganguly)। একদিকে দুর্গাপুজোর অপেক্ষা, অন্যদিকে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’-এর উত্তেজনা, সব মিলিয়ে তাঁর একটি পোস্টেই জমে উঠল আলোচনা। মজা, আবেগ আর বড় চমকের ইঙ্গিত মিশিয়ে শুভশ্রী এমন এক অ্যানাউন্সমেন্ট করলেন, যা মুহূর্তের মধ্যে অনুরাগীদের মনে হাজার প্রশ্ন আর প্রত্যাশার জন্ম দিল। শুভশ্রী ভিডিও বার্তায় জানিয়েছেন, “আপনারা নিশ্চয়ই জানেন, এবছর পুজোয় আমার আর দেবের আগামী ছবি ‘দেশু ৭’ আসছে।” এখানেই থামেননি তিনি। দেবের ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্তি উপলক্ষে হওয়া বিরাট সেলিব্রেশন প্রসঙ্গ টেনে এনে তিনি মজার ছলে অভিযোগ করেছেন, “এত বড় সেলিব্রেশন হল, অথচ আমাকে ইনভাইটই করল না!” এই কথার মধ্যেই লুকিয়ে আছে তাঁদের বন্ধুত্বপূর্ণ খুনসুটি আর সম্পর্কের উষ্ণতা।এরপরই শুভশ্রী বলেন, “শু ছাড়া মানে দেশু ছাড়া কি সেলিব্রেশন সম্ভব?” আরও পড়ুন: আজও রহস্য জনপ্রিয়তার শিখরে থাকা মহুয়ার মৃত্যু, দেবলীনার কণ্ঠে পাবে নতুন ভাষা! এতে ধরা পড়ে দেব-শুভশ্রীর অনস্ক্রিন কেমিস্ট্রি আর অফস্ক্রিন বন্ধুত্বের গভীরতা। সবচেয়ে বড় চমকটা আসে এরপর। শুভশ্রী জানান, আগামীকাল তিনি এবং দেব একসঙ্গে প্রথমবার ফেসবুক লাইভে (Facebook Live) আসতে চলেছেন। টলিউডে এরকম ঘোষণা আগে খুব একটা শোনা যায়নি। তাঁর কথায়,“কাল আমরা একসাথে প্রথমবার ফেসবুক লাইভে আসছি। দেশু প্রথমবার ফেসবুক লাইভে আসছে।” তিনি আরও বলেন, ‘এই লাইভে থাকবে এমন এক অ্যানাউন্সমেন্ট, যা নাকি ভারতবর্ষের কোনো ইন্ডাস্ট্রিতেই আগে কখনও হয়নি।’ আরও পড়ুন: বলিউডে সাম্প্রদায়িকতার ছায়া? এ আর রহমানের মন্তব্যে বিতর্কের ঝড় এই কথাটা শুনেই অনুরাগীদের কৌতূহল কয়েকগুণ বেড়ে গেছে। কী সেই ঘোষণা? নতুন কোনো কনসেপ্ট? ছবির প্রচারের নতুন কৌশল? নাকি বড় কোনো সারপ্রাইজ? এদিকে সোশ্যাল মিডিয়াপোস্টের কমেন্ট বক্সেই হাজির হন দেব। মজা করে তিনি লেখেন, “ম্যাডাম, টাইমটা একটু জানাবেন? রেডি থাকতে হবে তো তাই।” আরও পড়ুন: দিনে চারবার ঝগড়া, তবু অটুট প্রেম! অঙ্কুশ-ঐন্দ্রিলার রসায়ন

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 2:00 pm

Khan Sir: মেঠো ভাষায় শিক্ষায় বিপ্লব, আসল পরিচয় জানেন গরিবের খান স্যরের?

Who is Khan Sir: উত্তর ভারতীয়দের কথার টান, বলার ভঙ্গি নিয়ে অনেকেই মজা করে থাকেন। তবে খান স্যর কিন্তু জনপ্রিয় তাঁর এই বলার ভঙ্গির জন্যই। অত্য়ন্ত সরল, সাধারণ হিন্দিতে যে কোনও বিষয় ব্যাখ্য়া করেন খান স্যর। মজাচ্ছলেই পড়ানো চলে। কোনও বিষয় বোঝাতে এমন সব উদাহরণ দেন, যা সকলের বোধগম্য হয়।

টিভি 9 বাংলা 18 Jan 2026 2:00 pm

টাকা দেননি ট্রাম্প, তাই বইমেলায় নেই আমেরিকা, তবে সাহিত্যের শ্রেষ্ঠ উৎসবে থাকছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন

প্রথমে বাণিজ্যচুক্তি না হওয়া এবং পরবর্তীকালে শুল্কবাণের জেরে দু’দেশেরসম্পর্কে ভাঁটা পড়েছে। সেই আঁচ এসে পড়ল কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেও।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 1:51 pm

‘নারীর পাওয়ার, ফাটবে সবার’! ২৩ জানুয়ারি ‘কালীপটকা’ফাটাবেন স্বস্তিকারা, প্রকাশ্যে ট্রেলার

স্বস্তিকা ছাড়াও সিরিজে রয়েছেন শ্রুতি দাস, হিমিকা বোস ও শ্রেয়া ভট্টাচার্য। খল চরিত্রে রয়েছেন 'একেনবাবু' অনির্বাণ চক্রবর্তী।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 1:51 pm

Yusuf Pathan |অশান্তি থামতেই বেলডাঙায় নিহত শ্রমিকের বাড়িতে ইউসুফ, পাশে থাকার আশ্বাস সাংসদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক খুনের (Migrant Worker Death) ঘটনায় গত দু’দিন ধরে অগ্নিগর্ভ ছিল মুর্শিদাবাদের বেলডাঙা (Beldanga Unrest)। আর এই পরিস্থিতিতে দেখা মেলেনি বহরমপুরের তৃণমূল সাংসদ (TMC MP) ইউসুফ পাঠানের (Yusuf Pathan)। যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। তবে বেলডাঙার পরিস্থিতি সামান্য শান্ত হতেই রবিবার নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে গেলেন তিনি। […] The post Yusuf Pathan | অশান্তি থামতেই বেলডাঙায় নিহত শ্রমিকের বাড়িতে ইউসুফ, পাশে থাকার আশ্বাস সাংসদের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Jan 2026 1:45 pm

PM Modi in Singur: বন্ধ হয়ে গিয়েছিল ‘স্বপ্নের ক্যান্টিন’, ছিঁড়ে নিয়েছিল কান! সিঙ্গুর থেকেই বদলের প্রহর গুনছেন দিপালীরা

PM Modi Visits Bengal: জমি আন্দোলন, বিক্ষোভ, তারপর টাটা গোষ্ঠীর চলে যাওয়া। এই সবের প্রভাব পড়েছিল দিপালীর উপরেও। ২০০৮ সালে টাটা চলে গেলে বন্ধ হয়ে যায় দিপালীর সাধের ক্যান্টিন। এদিন বদলের আহ্বান দিয়ে তিনি বলেন, 'আমরা চাই টাটা ফিরে আসুক। বিজেপির মাধ্যমে বাংলায় বদল আসুক।'

টিভি 9 বাংলা 18 Jan 2026 1:40 pm

Winter Acidity Relief: শীতকালে অ্যাসিডিটিতে ভুগছেন? এই ৬ খাবার দেবে দ্রুত আরাম, জানুন বিশেষজ্ঞের পরামর্শ

Winter Acidity Relief: শীতকাল এলেই অনেকের জীবনে একদিকে যেমন আরাম আর উৎসবের আবহ তৈরি হয়, অন্যদিকে তেমনই বাড়তে থাকে অ্যাসিডিটি, গ্যাস এবং বুকজ্বালার সমস্যা। সাধারণত মানুষ মনে করেন অ্যাসিডিটি শুধু গরমকালেই বেশি হয়, কিন্তু বাস্তবে শীতকালেও এই সমস্যা কম নয়। ঠান্ডা আবহাওয়ায় তৃষ্ণা কম লাগে, ফলে জল খাওয়ার পরিমাণ কমে যায়। এর সঙ্গে যোগ হয় ভাজাভুজি, মশলাদার এবং ভারী খাবারের প্রতি ঝোঁক। এই সব অভ্যাস পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়িয়ে দেয়। সঠিক খাদ্যাভ্যাস হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট মেডিকেল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. নবীন পোলভারাপুরের মতে, শীতকালে অ্যাসিডিটি নিয়ন্ত্রণে রাখার মূল চাবিকাঠি হল সঠিক খাদ্যাভ্যাস। খুব জটিল ডায়েট নয়, বরং সহজে হজমযোগ্য কিছু খাবার নিয়মিত খেলে শীতকালেও পেট থাকবে অনেকটাই শান্ত। আরও পড়ুন- দৃষ্টিশক্তি কি ধীরে কমছে? আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শে চোখ সুস্থ রাখার সেরা উপায় জানুন শীতকালে শরীরকে হাইড্রেটেড রাখা অত্যন্ত জরুরি। এই সময় ভেষজ চা অ্যাসিডিটি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মৌরি চা, আদা চা কিংবা ক্যামোমাইল চা পাকস্থলির অতিরিক্ত অ্যাসিড কমাতে সাহায্য করে এবং হজমে আরাম দেয়। এগুলি প্রদাহ কমিয়ে বুকজ্বালার সমস্যাও নিয়ন্ত্রণে রাখে। তবে অতিরিক্ত চা বা কফি পান করা উচিত নয়, কারণ ক্যাফেইন অ্যাসিডিটি আরও বাড়িয়ে দিতে পারে। খাবার খাওয়ার সময় সোজা হয়ে বসা এবং খাওয়ার পরপরই শুয়ে পড়া এড়ানোও খুবই জরুরি। আরও পড়ুন- মাইগ্রেন শুরু হলে আর কষ্ট নয়, ঘরোয়া উপায়ে দ্রুত আরাম পাওয়ার কার্যকর উপায় জানুন শীতকালে অ্যাসিডিটির সমস্যায় ওটস এবং আস্ত শস্য অত্যন্ত উপকারী। ওটসে থাকা দ্রবণীয় ফাইবার পাকস্থলির অতিরিক্ত অ্যাসিড শোষণ করে নেয়। সকালে ওটমিলের সঙ্গে কলা বা আপেল যোগ করলে তা হজমের জন্য আরও ভালো হয়। ওটসে উপস্থিত বিটা গ্লুকান খাদ্যনালির ভেতরে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা অ্যাসিডের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। বাদামি চাল এবং মাল্টিগ্রেইন রুটির মতো আস্ত শস্যও হজম শক্তিশালী করে এবং গ্যাসের সমস্যা কমায়। আরও পড়ুন- স্থূলতা কমাতে এবং পাইলস উপশমে কার্যকর এই ভেষজ উদ্ভিদ! অনেকেই মনে করেন সব ফলই অ্যাসিডিটির জন্য ভালো, কিন্তু বাস্তবে টক ফল অ্যাসিডিটি বাড়াতে পারে। শীতকালে কমলালেবু বা আনারসের মতো ফল এড়িয়ে চলা তাই ভালো। তার বদলে পেঁপে, নাশপাতি এবং তরমুজের মত ফল পেটের জন্য অনেক বেশি আরামদায়ক। পেঁপেতে থাকা পাপাইন এনজাইম প্রোটিন হজমে সাহায্য করে এবং পাকস্থলিতে অ্যাসিড জমা হতে দেয় না। নাসপাতি কাঁচা খেলে সমস্যা হলে হালকা ভেজে বা রান্না করেও খাওয়া যেতে পারে। আরও পড়ুন- শত্রুকে চিনতে ব্যর্থ, কুনজরের ফাঁদে পড়ে সাজানো জীবন তছনছ! ৫ রাশির ওপর থাকে বাঁকা চোখের চাহনি শীতকালীন সবুজ এবং মূল সবজি অ্যাসিডিটির সমস্যা কমাতে বিশেষভাবে কাজে লাগে। গাজর, পালং শাক এবং ব্রোকলির মতো সবজিতে থাকা ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম পাকস্থলির অ্যাসিডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। মিষ্টি আলুও শীতকালে একটি চমৎকার সবজি। এটি সেদ্ধ, ভাজা বা চটকে খাওয়া যায় এবং পেটের অ্যালকালাইন বা ক্ষারীয় (pH) স্তর ঠিক রাখতে সাহায্য করে। দুগ্ধজাত খাবার খাওয়ার সময় অবশ্যই কম চর্বিযুক্ত বিকল্প বেছে নেওয়া উচিত। কম ফ্যাটের দই বা গ্রীক দই পাকস্থলীর জন্য উপকারী। দইতে থাকা প্রোবায়োটিক হজমশক্তি উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। দইয়ের সঙ্গে সামান্য আদা মিশিয়ে খেলে গ্যাস এবং পেট ফাঁপার সমস্যা দ্রুত কমে যায়। প্রোটিনের ক্ষেত্রেও শীতকালে হালকা খাবার বেছে নেওয়া দরকার। গ্রিলড চিকেন, মাছ বা টোফুর মত চর্বিহীন প্রোটিন সহজে হজম হয় এবং পেটে ভারী ভাব তৈরি করে না। খাবারের পর সামান্য মৌরি চিবোনোও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে, কারণ মৌরি পাচনতন্ত্রকে শিথিল করে দেয়। সব মিলিয়ে বলা যায়, শীতকালে অ্যাসিডিটি এড়ানো মোটেও কঠিন নয়। নিয়মিত ভেষজ চা, সঠিক শস্য, উপযুক্ত ফল, সবজি, হালকা দুগ্ধজাত খাবার এবং চর্বিহীন প্রোটিন গ্রহণ করলে কয়েক দিনের মধ্যেই পার্থক্য বোঝা যায়। তবে সমস্যা দীর্ঘদিন চললে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 1:38 pm

দ্বিতীয় বিয়ের পর বন্ধ ফ্ল্যাটে উদ্ধার দম্পতির দেহ, মহেশতলায় জোড়া মৃত্যুতে ধোঁয়াশা

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 1:37 pm

Entertainment Latest Live News Updates: বিতর্কে পড়তেই সুর নরম রহমানের?

সুরকার ও অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান, সম্প্রতি তাঁর মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি আগেই উল্লেখ করেছিলেন, যে গত আট বছরে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক ধরনের “পাওয়ার শিফট” ও “সাম্প্রদায়িকতা” বেড়েছে, যার ফলে তিনি আগের তুলনায় কম কাজ পাচ্ছেন। এই মন্তব্য নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ওঠে, তখন রবিবার, রহমান ইনস্টাগ্রামে একটি ভিডিও বিবৃতির মাধ্যমে, তাঁর প্রকৃত উদ্দেশ্য ব্যাখ্যা করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 1:28 pm

বিরাট পথদুর্ঘটনা, মুহূর্তে সব শেষ, ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি বাংলার ২ শ্রমিকের

ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মালদহের দুই পরিযায়ী শ্রমিক। কর্ণাটকের বিজয়বাড়া এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মালদহের আরও তিন শ্রমিক। মৃতদের নাম আসলাম শেখ (১৮) ও রেকাবাত শেখ (৬০)। দু’জনেরই বাড়ি মালদহ জেলার ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বেলডাঙ্গা অশান্তির ঘটনায় পুলিশের জালে ৩০ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ মাস আগে ঋণের বোঝা ও সংসারের দায়ে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন আসলাম শেখ। দেড় মাস আগে একই উদ্দেশ্যে সেখানে যান রেকাবাত শেখ। বৃহস্পতিবার রাতে কাজ শেষে পিকআপ ভ্যানে করে বাড়ি ফেরার সময় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। তীব্র সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় আসলাম ও রেকাবাতের। দুর্ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হন, যাদের চিকিৎসা চলছে। '৪০ বার ভাঙন রোধে বাংলাকে টাকা, লুট প্রতিবারই', দুর্নীতি ইস্যুতে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদী দুর্ঘটনার খবর মালদহে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে মৃতদের পরিবার ও গোটা গ্রামজুড়ে। আসলাম শেখের দিদি সুলতানা খাতুন কান্নাভেজা গলায় জানান, আসলামই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। তিন বছর আগে টাওয়ারের কাজে গিয়ে তাঁর বাবার মৃত্যু হয়। মা গুরুতর অসুস্থ অবস্থায় ভিক্ষা করে কোনওরকমে সংসার চালাতেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই প্রথম ভিন রাজ্যে কাজে গিয়েছিল আসলাম। দিদির বিয়ে ও অন্যান্য খরচে পরিবার ঋণের বোঝায় জর্জরিত। বিদ্যুতের বিলও বকেয়া রয়েছে। কীভাবে সংসার চলবে, তা বুঝে উঠতে পারছেন না বলেও জানান তিনি। 'এজেন্সিগুলিকে অন্যায়ভাবে কাজে লাগানো হচ্ছে', প্রধান বিচারপতির সামনেই মোদী সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ মমতার ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তিনি দেহ বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেন এবং পরিবারের পাশে থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেন। পরে দেহ গ্রামে পৌঁছাতেই গোটা এলাকায় নেমে আসে শোকের আবহ।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 1:28 pm

এবারই শেষ, নয়তো আর হবে না! বিশ্বরেকর্ড তৈরির লক্ষ্যে নতুন মোটিভেশন জোকারের

অধরাই থেকে গিয়েছে নোভাকের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 1:16 pm

মরণ-বাঁচন ম্যাচে ‘ব্রাত্য’পেসারকে ফেরালেন গম্ভীর, ইন্দোরে টস জয় শুভমানের

ফর্মে না থাকা দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং নীতীশ রেড্ডিকে আরও একবার সুযোগ দিল টিম ইন্ডিয়া।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 1:11 pm

নিহত আলাউদ্দিনের বাড়িতে ইউসুফ, ‘ভুল বুঝিয়ে উসকানি’, বেলডাঙা অশান্তিতে মন্তব্য সাংসদের

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সাংসদ ইউসুফ পাঠানের দাবি, 'সবসময় আমরা পাশে আছি।'

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 1:06 pm

Delhi to Bagdogra Flight: মাঝ আকাশে বোমাতঙ্ক! দিল্লি থেকে বাগডোগরাগামী বিমানকে তড়িঘড়ি নামানো হল লখনউতে, চলছে জোরদার তল্লাশি

IndiGo flight: লখনউ বিমানবন্দরে বিমানটি অবতরণের পরই সেটিকে একটি আইসোলেটেড স্থানে নিয়ে যাওয়া হয়। চলে আসে পৌঁছায় বম্ব স্কোয়াড। ডগ স্কোয়াড থেকে আনা হয় বিশেষ প্রশিক্ষিত কুকুর। যাত্রীদের প্রতিটি ব্যাগ, বিমানের প্রতিটি কোণ খতিয়ে দেখা হয়। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে, লখনউ বিমানবন্দরে এখনও চিরুনি তল্লাশি চলছে।

টিভি 9 বাংলা 18 Jan 2026 1:05 pm

PM Narendra Modi in Singur: টাটা বাধ্য হয়েছিল ছেড়ে যেতে, সিঙ্গুরের জমিতেই আজ মোদীর ৮৩০ কোটির উপহার

PM Narendra Modi: ২০২৬-র বিধানসভা নির্বাচনের আগে বাংলা ও অসমকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজও একগুচ্ছ উপহার দেবেন।হুগলির সিঙ্গুর থেকে ৮৩০ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি নতুন অমৃত ভারত ট্রেনেরও ফ্ল্যাগ-অফ করবেন তিনি।

টিভি 9 বাংলা 18 Jan 2026 1:03 pm

বেলডাঙ্গা অশান্তির ঘটনায় পুলিশের জালে ৩০, নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে তিন দিন পর গেলেন ইউসুফ পাঠান

মুর্শিদাবাদের বেলডাঙায় গত ২ দিন অশান্তির প্রেক্ষিতে কড়া মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সাসপেণ্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার তিনি বেলডাঙায় পথ অবরোধ ও বিক্ষোভের ঘটনার নিন্দা করে বলেন, এই ধরনের পরিস্থিতি কখনওই কাম্য নয় এবং বিষয়টিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানান। হুমায়ুন কবীর বলেন, “এটা হওয়া উচিত ছিল না। এই ঘটনার দায়িত্ব প্রশাসনের নেওয়া উচিত। সাধারণ মানুষের প্রশাসনের উপর আস্থা রাখা দরকার।” তিনি জানান, শনিবারও কিছু বিক্ষোভকারী টানা চার থেকে পাঁচ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। তিনি নিজে সেখানে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার এবং বোঝানোর চেষ্টা করেন। তবে তাঁর অভিযোগ, তাঁরা কোনও কথাই শোনেননি। “আমি তাদের সতর্ক করেছিলাম, এভাবে আন্দোলন করে কোনও লাভ হবে না। কিন্তু তারা কথা শোনেনি,” বলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। আরও পড়ুন- 'এজেন্সিগুলিকে অন্যায়ভাবে কাজে লাগানো হচ্ছে', প্রধান বিচারপতির সামনেই মোদী সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ মমতার #WATCH | Murshidabad, West Bengal | On violence erupting in Beldanga during the protests over the lynching of a man from West Bengal in Bihar, Former TMC MLA & JUP Chairman Humayun Kabir says, ...The common man should have trust in the administration...Some people have again… pic.twitter.com/Tqa0UnnI3o — ANI (@ANI) January 18, 2026 প্রসঙ্গত, ঝাড়খণ্ডে আলাউদ্দিন শেখ নামে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগকে ঘিরেই মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায় টানা বিক্ষোভ চলছে। শুক্রবার নিহত শ্রমিকের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক ১২ অবরোধ করেন। পাশাপাশি শিয়ালদহ রেল ডিভিশনের অধীনে বেলডাঙায় রেললাইনের উপর টায়ার জ্বালিয়ে রেল চলাচল ব্যাহত করা হয়। শনিবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে মৃত শ্রমিকের জন্য ন্যায়বিচারের দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের উপর হিংসার জন্য ‘ডাবল ইঞ্জিন সরকার’-কে দায়ী করেছেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আলাউদ্দিন শেখের মৃত্যুর খবর পেয়েই তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেন এবং মুখ্যমন্ত্রী উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে এবং তাঁর স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান অভিষেক। আরও পড়ুন- '৪০ বার ভাঙন রোধে বাংলাকে টাকা, লুট প্রতিবারই', দুর্নীতি ইস্যুতে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদী গত শুক্রবার ও শনিবার পর পর দুদিন পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে বেলডাঙা যে উত্তাল হয়েছিল, অবোরোধ, ভাঙচুর, এমনকি আগুন, উত্তাল পরিস্থিতি সামাল দিতে গতকাল শনিবার পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়, তারি পরিপেক্ষিতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে,আজ রবিবার সকাল ১০ টা নাগাদ রেজিনগর থানার বিভিন্ন এলাকায় রুটমাচ ও টহলদারি দিলেন, জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, সঙ্গে ছিলেন এসডিপিও বেলডাঙ্গা উত্তম গড়াই, ওসি রেজিনগর উৎপল দাস সহ তার টিম। এদিকে বেলডাঙ্গার অশান্তির ঘটনায় মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার (এসপি) কুমার সানি রাজ। তিনি বলেন, “এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পাওয়া ভিডিও ফুটেজ খতিয়ে দেখে আরও কয়েকজন বিক্ষোভকারীর পরিচয় যাচাই করা হচ্ছে।” এসপি জানান, ভিডিওর ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ মিলেছে এমন আরও চার-পাঁচজনকে আটক করা হয়েছে। আইনি পদক্ষেপ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া, বাসচালকের উপর হামলা, রেল অবরোধ এবং রাস্তা আটকে রাখার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হবে। তিনি আশ্বস্ত করেন যে সমস্ত আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং বর্তমানে জেলায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে। আরও পড়ুন- মোদীর সিঙ্গুর সমাবেশই কী ভোটের আগে খেলা ঘোরাবে? মমতার বিরুদ্ধে লড়াইয়ে এবার 'স্ট্র্যাটেজি বদল' বঙ্গ বিজেপির? #WATCH | West Bengal | Murshidabad SP Kumar Sunny Raj says, ...There was a road blockade there, and at Panchraha Mod, there was a railway blockade...Some people pelted stones at the police and vandalised a bus. There are no reports of any injuries so far...The police had to… pic.twitter.com/Q4gfABFBA1 — ANI (@ANI) January 17, 2026 রবিবার নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসূফ পাঠান। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি সমবেদনা জানান এবং তাঁদের সঙ্গে কথা বলেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইউসূফ পাঠান বলেন, এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক। তাঁর বক্তব্য, রাজ্য থেকে যাঁরা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করতে যান, তাঁরা শুধু নিজেদের জীবিকার জন্যই নয়, সংশ্লিষ্ট রাজ্যের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটাই কাম্য। এদিন এলাকায় দেরিতে পৌঁছানো নিয়ে ওঠা অভিযোগ মানতে নারাজ তৃণমূল সাংসদ। বিষয়টি নিয়ে স্পষ্টভাবে তিনি জানান, তিনি এলাকাতেই ছিলেন এবং পরিস্থিতির উপর নজর রেখেছিলেন। পাশাপাশি তাঁর দাবি, এই ঘটনার পর থেকেই দলের জনপ্রতিনিধি ও বিধায়করা মাঠে নেমে সক্রিয়ভাবে কাজ করছেন এবং সাধারণ মানুষের পাশে রয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 1:01 pm

Rohit Sharma and Virat Kohli Next ODI Series: আগামী ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না রোহিত-কোহলিকে! কোন সিরিজে করবেন কামব্যাক?

Indian Cricket Team : ভারতীয় ক্রিকেট দলের ২ মহারথী বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) ইতিমধ্য়ে টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে তাঁরা দুজনে শুধুমাত্র ওয়ানডে ফরম্য়াটেই খেলছেন। এই পরিস্থিতিতে এখন আন্তর্জাতিক ক্রিকেটে আর খুব বেশি দেখতে পাওয়া যায় না রোহিত এবং বিরাটকে। আপাতত নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচ খেলতে নামছেন ভারতের এই ২ তারকা ব্যাটার। কিন্তু, তারপর? নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর আগামী ৬ মাস আর আন্তর্জাতিক ক্রিকেটে এই জুটিকে আর দেখতে পাওয়া যাবে না। ভারতীয় ক্রিকেট সমর্থকদের বেশ অনেকদিনই অপেক্ষা করতে হবে। আরও পড়ুন: IND vs NZ 3rd ODI Live Updates: ইন্দোরে 'রাজা' টিম ইন্ডিয়া, জয় কার্যত অসম্ভব নিউজিল্যান্ডের! কী বলছে পরিসংখ্যান? এই সিরিজে কামব্যাক করবেন রোহিত-বিরাট নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর টিম ইন্ডিয়া ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে। এরপর আইসিসি ২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরু হবে। এই মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পরই শুরু হতে চলেছে ২০২৬ আইপিএল টুর্নামেন্ট। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল আগামী ওয়ানডে ম্য়াচ আগামী জুন মাসে খেলতে নামবে। ভারত এবং আফগানিস্তানের (India vs Afghanistan) মধ্যে আয়োজন করা হবে একদিনের ক্রিকেট সিরিজ। আরও পড়ুন: IND vs NZ 3rd ODI Shubman Gill Record: ইতিহাসের দোরগোড়ায় শুভমান গিল, কোহলির রেকর্ড ভাঙতে দরকার কত রান? আফগান দলের বিরুদ্ধে ৩ ম্য়াচের এই ওয়ানডে সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখা যেতে পারে। ২০২৬ আইপিএল টুর্নামেন্ট শেষ হতে না হতেই ভারতীয় ক্রিকেট দল ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে। আর সেকারণে প্রত্যেকটা ওয়ানডে সিরিজেই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখা যেতে পারে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে একাধিক ওয়ানডে সিরিজের আয়োজন করা হচ্ছে। আরও পড়ুন: Virat Kohli Fan Entry: বিরাটের নির্দেশ অমান্য? নিরাপত্তারক্ষীদের গাফিলতিতে উত্তাল নেটপাড়া দুরন্ত ফর্মে রয়েছে 'রো-কো' জুটি বর্তমানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই কার্যত আগুন ফর্মে রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ ম্য়াচে রোহিত শর্মা বড় রান করতে না পারলেও, শুরুটা বেশ ভালই করেছেন তিনি। অন্যদিকে, বিরাট কোহলি সিরিজের প্রথম ম্য়াচে অল্পের জন্য নিজের শতরান মিস করেন। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার এই ২ ব্যাটারই সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্য়াচে বড় রানের একটা ইনিংস খেলতে চাইবেন। এরপর বিনা টেনশনে তাঁরা আগামী ৬ মাস বিশ্রাম গ্রহণ করবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 12:59 pm

‘জীবনের সেরা উপহার’, প্রথমবার প্রকাশ্যে রাজকুমার-পত্রলেখার মেয়ের ছবি, কী নাম রাখলেন একরত্তির?

রবিবাসরীয় সকালে একরত্তির একটি ছবি পোস্ট করেন রাজকুমার ও পত্রলেখা। নতুন বছরে এক আদুরে পোস্টে মেয়ের প্রথম ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারকাদম্পতি। জানালেন মেয়ের নামও।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 12:58 pm

Money Luck Dream Signs: জেগে দেখা টাকার স্বপ্ন পূরণের সঙ্গী স্বপ্ন! এই ৫টি জিনিস দেয় হঠাৎ অর্থপ্রাপ্তির ইঙ্গিত

Money Luck Dream Signs: জেগে টাকার স্বপ্ন দেখেন না এমন মানুষ খুব কমই আছেন। কেউ ভালো বাড়ি কেনার স্বপ্ন দেখেন, কেউ ব্যবসায় উন্নতির, আবার কেউ শুধু আর্থিক নিরাপত্তা চান। কিন্তু স্বপ্নশাস্ত্র ও জ্যোতিষ মতে, জেগে দেখা এই টাকার স্বপ্ন পূরণের ইঙ্গিত অনেক সময় ঘুমের মধ্যেই লুকিয়ে থাকে। ঘুমিয়ে দেখা স্বপ্ন শুধু কল্পনার ফল নয়, বরং সেগুলি ভবিষ্যতের নানা সংকেত বহন করে বলে মনে করা হয়। বিশেষ করে কিছু নির্দিষ্ট স্বপ্ন আর্থিক উন্নতি ও হঠাৎ অর্থপ্রাপ্তির বার্তা দেয়। স্বপ্নে জলপ্রপাত বা স্বচ্ছ জল স্বপ্নে জলপ্রপাত বা স্বচ্ছ জল দেখা অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। স্বপ্নশাস্ত্র অনুযায়ী জল মানে প্রবাহ, আর্থিক শক্তি এবং জীবনের চলমানতা। যখন কেউ স্বপ্নে স্বচ্ছ জল বা প্রবল বেগে বইতে থাকা জলপ্রপাত দেখেন, তখন তা বোঝায় যে অর্থনৈতিক জীবনে স্থবিরতা কাটতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে আসতে পারে কিংবা নতুন কোনও আয়ের পথ খুলে যেতে পারে। অনেক ক্ষেত্রে এই ধরনের স্বপ্ন হঠাৎ লটারি, বোনাস বা অপ্রত্যাশিত লাভের ইঙ্গিতও দেয়। স্বপ্নে সোনা বা রুপো পাওয়া মানেই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। স্বপ্নে যদি নিজেকে হঠাৎ সোনা বা রুপো খুঁজে পেতে দেখেন, তবে সেটিকে অত্যন্ত শুভ বলে ধরা হয়। এটি শুধু অর্থপ্রাপ্তির ইঙ্গিত নয়, বরং সম্পদ বৃদ্ধি, জমি-বাড়ি কেনা কিংবা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার যোগও তৈরি করে। এই ধরনের স্বপ্ন ভাগ্যের সদগতি এবং জীবনে আর্থিক নিরাপত্তা আসার পূর্বাভাস দেয়। আরও পড়ুন- কবে সরস্বতী পূজা, কতক্ষণ থাকবে বসন্ত পঞ্চমী তিথি? সবুজ গাছপালা বা সবুজে ঘেরা পরিবেশ দেখাও অর্থনৈতিক দিক থেকে খুব ভালো লক্ষণ। স্বপ্নে যদি নিজেকে সবুজ গাছপালা ঘেরা জায়গায় দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনার জীবনে উন্নতির সময় শুরু হতে চলেছে। সবুজ রং সমৃদ্ধি, বৃদ্ধি এবং নতুন সম্ভাবনার প্রতীক। এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে অর্থসংকট ধীরে কেটে যাবে এবং আপনার পরিশ্রমের ফল আপনি পেতে শুরু করবেন। আরও পড়ুন- মাঘ মানেই বিয়ের হিড়িক! জানুন শুভ বিবাহ লগ্ন, একাদশী ও বিশেষ পুজোর দিনক্ষণ ফসলপূর্ণ খেত বা পাকা শস্য দেখাও স্বপ্নশাস্ত্রে বিশেষ গুরুত্ব পায়। ফসল মানে ফলাফল। দীর্ঘদিন ধরে যে পরিশ্রম আপনি করে চলেছেন, তার আর্থিক ফল এবার হাতে আসবে। ব্যবসা, চাকরি বা বিনিয়োগ—যে ক্ষেত্রেই হোক না কেন, এই স্বপ্ন ভবিষ্যতের আর্থিক সাফল্যের ইঙ্গিত দেয়। অনেক সময় এই স্বপ্ন প্রোমোশন, নতুন কাজ বা লাভজনক চুক্তির বার্তা বহন করে। আরও পড়ুন- শত্রুকে চিনতে ব্যর্থ, কুনজরের ফাঁদে পড়ে সাজানো জীবন তছনছ! ৫ রাশির ওপর থাকে বাঁকা চোখের চাহনি স্বপ্নে উপহার পাওয়া মানেই সুখবর। কেউ আপনাকে কিছু উপহার দিচ্ছে এমন স্বপ্ন দেখলে তা অর্থপ্রাপ্তির স্পষ্ট ইঙ্গিত দেয়। এই উপহার সরাসরি টাকা না-ও হতে পারে, কিন্তু তার মূল্য আর্থিক লাভের সমান। নতুন সুযোগ, সাহায্য বা এমন কোনও প্রস্তাব আসতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে আরও মজবুত করবে। আরও পড়ুন- মাঘে মুলো খাওয়া কেন নিষেধ! কী খাওয়া যাবে না এই মাসে? কোন কাজ থেকে বিরত থাকতে বলছে শাস্ত্র? সব মিলিয়ে বলা যায়, ঘুমের মধ্যে দেখা এই স্বপ্নগুলি কেবল কল্পনার জগৎ নয়। এগুলি আমাদের অবচেতন মন এবং ভবিষ্যৎ সম্ভাবনার মধ্যে এক অদ্ভুত যোগসূত্র তৈরি করে। তাই কোনও স্বপ্ন দেখে ভয় পাওয়ার দরকার নেই, বরং সেগুলির ইঙ্গিত বুঝে নিজের জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 12:55 pm

Khoribari |ইটের নীচে লুকোনো ছিল পিস্তল! খড়িবাড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার কিশোর

খড়িবাড়ি: একদিকে এসআইআর (SIR) ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি, অন্যদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। ঠিক এই আবহে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে (Khoribari) আগ্নেয়াস্ত্র সহ এক কিশোরকে গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অভিষেক পাসোয়ান ওরফে বিদুর (১৬)। বাড়ি খড়িবাড়ির শিবুজোত এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিষেক গুজরাটের একটি প্লাইউড […] The post Khoribari | ইটের নীচে লুকোনো ছিল পিস্তল! খড়িবাড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার কিশোর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Jan 2026 12:54 pm

A R Rahman: 'ভারত আমার শিক্ষক', বৈষম্যে বিতর্কে রহমান, বিপাকে পড়তেই সুর নরম এ.আর এর?

সুরকার ও অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান, সম্প্রতি তাঁর মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি আগেই উল্লেখ করেছিলেন, যে গত আট বছরে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক ধরনের “পাওয়ার শিফট” ও “সাম্প্রদায়িকতা” বেড়েছে, যার ফলে তিনি আগের তুলনায় কম কাজ পাচ্ছেন। এই মন্তব্য নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ওঠে, তখন রবিবার, রহমান ইনস্টাগ্রামে একটি ভিডিও বিবৃতির মাধ্যমে, তাঁর প্রকৃত উদ্দেশ্য ব্যাখ্যা করেন। ভিডিওতে তিনি বলেন, “ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার বাড়ি। মাঝে মাঝে উদ্দেশ্যগুলোর ভুল ব্যাখ্যা হতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য সবসময় সংগীতের মাধ্যমে মানুষকে সমৃদ্ধ করা, সম্মান দেখানো এবং সেবা করা। আমি কখনো কাউকে আঘাত করতে চাইনি। আশা করি আমার আন্তরিকতা সঠিকভাবে অনুভূত হবে।” তিনি আরও জানান যে ভারতীয় হিসেবে তিনি গর্বিত, কারণ এই দেশ মত প্রকাশের স্বাধীনতা দেয় এবং বিভিন্ন সংস্কৃতির কণ্ঠস্বরকে সম্মান করে। Kangana Ranaut-A R Rahman: 'হিংসুটে-ঘৃণার চোটে', কঙ্গনার সঙ্গে দেখাও করতে চাননি, রহমানের বিতর্কিত মন্তব্যে ক্ষেপে আগুন পর্দার কুইন নিজের কাজের উদাহরণ তুলে ধরে রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও রুহ-ই-নূরের সামনে ওয়েভস সামিটে ‘ঝালা’ উপস্থাপন করা থেকে শুরু করে তরুণ নাগা সংগীতশিল্পীদের নিয়ে স্ট্রিং অর্কেস্ট্রা তৈরি করা, সানশাইন অর্কেস্ট্রার পরামর্শদাতা হিসেবে কাজ করা, ভারতের প্রথম মাল্টিকালচারাল ভার্চুয়াল ব্যান্ড ‘সিক্রেট মাউন্টেন’ তৈরি করা- এসবই আমার উদ্দেশ্যকে আরও দৃঢ় করেছে।” তিনি আরও উল্লেখ করেন যে হান্‌স জিমারের সঙ্গে রামায়ণ গাওয়ার সুযোগ পাওয়াও তাঁর জন্য এক বিশেষ সম্মানের। ভিডিওর শেষে তিনি বলেন, “আমি এই জাতিকে ধন্যবাদ জানাই। আমি এমন সংগীত তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা অতীতকে সম্মান করে, বর্তমানকে উদযাপন করে এবং ভবিষ্যতকে অনুপ্রাণিত করে। জয় হিন্দ, জয় হো।” ভিডিওটি ১৯৯৭ সালের তাঁর দেশাত্মবোধক সংগীত “বন্দে মাতরম” সমবেত কণ্ঠে গাওয়ার দৃশ্য দিয়ে শেষ হয়। প্রত্যাখ্যানের যন্ত্রণায় স্পষ্ট হলো সুহানার লক্ষ্য! উল্লেখ্য, চলতি সপ্তাহে বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সাক্ষাৎকারে রহমান বলেছিলেন যে গত কয়েক বছরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর কাজের সংখ্যা কমে গেছে। তিনি এর জন্য “ক্ষমতার পরিবর্তন” এবং সম্ভবত “সাম্প্রদায়িক পক্ষপাত”কে দায়ী করেছিলেন, যদিও তিনি এটিকে গোপন কোথাও লুকিয়ে থাকা এক ধরনের বিষয় বলে উল্লেখ করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Jan 2026 12:51 pm

বাংলাদেশে পিটিয়ে খুন হিন্দু ব্যবসায়ীকে! হোটেল কর্মীদের বাঁচাতে যাওয়ায় বেলচা দিয়ে মাথায় আঘাত

বাংলাদেশে এবার খুন হলেন এক হিন্দু ব্যবসায়ী। নিজের হোটেলের কর্মীদের বাঁচাতে যাওয়ায় তাঁকেই পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। দাবি, লিটনচন্দ্র দাস নামে বছর পঞ্চান্নর ওই প্রৌঢ়কে বেলচা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সংবাদপ্রতিদিন 18 Jan 2026 12:46 pm