SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

নাগরিকত্বের আগে ভোটাধিকার! জন্মদিনেই সোনিয়া গান্ধীকে নোটিস আদালতের

সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ, নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম তুলেছেন তিনি।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 4:57 pm

Humayun Kabir: আপনার দলের নাম কি ‘ন্যাশানাল কনজারভেটিভ পার্টি’? একটু হেসে হুমায়ুন বললেন…

প্রসঙ্গত, একাধিক ইস্যুতে তৃণমূলের সঙ্গে ঝামেলা তৈরি হলেও সম্প্রতি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরিকে কেন্দ্র করে দলের সঙ্গে দূরত্ব বাড়ে হুমায়ুন কবীরের। তৃণমূল তাঁকে সাসপেন্ড করে। তারপরই ২২ ডিসেম্বর নতুন দল তৈরির ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

টিভি 9 বাংলা 9 Dec 2025 4:55 pm

SIR in Bengal: মাঝে আর একদিন! ৭২০ জন ভোটারের মধ্যে ১০৫ জনের কাছে গেল না ফর্ম

Enumeration Form: তপসিয়া তিলজলা এলাকার একটি ভোট কেন্দ্রে এদিন সকালে পৌঁছয় কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল। ওই বুথের অন্তর্গত ৩০ নম্বর বুথে ভোটারদের তথ্য যাচাই করতে BLO-কে সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছয় প্রতিনিধি দলের সদস্যরা। সূত্রের খবর, তখনই ভোটারদের তথ্য যাচাই করতে গিয়ে বেশ কিছু ভুল ত্রুটি নজরে পড়ে কমিশনার প্রতিনিধিদের।

টিভি 9 বাংলা 9 Dec 2025 4:54 pm

ইন্ডিগো বিমানবিভ্রাটের থাবা ক্রিকেটেও! মধ্যাহ্নভোজের পর মাঠে ঢুকলেন আম্পায়ার

৩০ ঘণ্টা বাসে যাত্রা করেই খেলতে নেমেছে বাংলাও।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 4:52 pm

Indigo Flight Crisis: স্তব্ধ ইন্ডিগোর বিমান পরিষেবা, ৩০ ঘণ্টা বাস যাত্রার পর খেলতে নামল বাংলা!

Indigo Flight Cancellation: ইন্ডিগোর বিমান পরিষেবা বিপর্যয়ের কারণে গোটা দেশ আপাতত চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছে। ইন্ডিগোর (Indigo Airlines) দাবি, তাদের সংস্থায় নাকি কর্মীসংখ্যা একেবারেই কম। সেকারণে আর কাজ চালানো সম্ভব হচ্ছে না। গত ২ ডিসেম্বর থেকে গোটা দেশজুড়ে যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। ইতিমধ্যে ৫,০০০ বিমান বাতিল হয়ে গিয়েছে। ভারতের ঘরোয়া ক্রিকেট মরশুমেও এই দুর্ভোগের প্রভাব পড়তে শুরু করেছে। বর্তমানে দেশের ঘরোয়া ক্রিকেটে কুচবিহার ট্রফি চলছে। আর এই ট্রফিতে চতুর্থ রাউন্ডের ম্য়াচ খেলার জন্য বাংলার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে (Bengal Cricket Team) ভিলাই থেকে কল্যাণী বাসে চেপে আসতে হয়েছে। Indigo Crisis: 'মুনাফাকে অগ্রাধিকার, শিকেয় নিরাপত্তা', ইন্ডিগো বিভ্রাটের মাঝে পাইলটস অ্যাসোসিয়েশনের বিস্ফোরক মন্তব্য বাংলা ক্রিকেট দলের দুর্ভোগ গত বৃহস্পতিবার ছত্তিশগড় বনাম বাংলা ক্রিকেট দলের ম্য়াচ শেষ হয়। এরপর ফেরার সময়ই দুর্ভোগের মুখে পড়তে হয় বাংলা ক্রিকেট দলকে। ভিলাই থেকে কলকাতার দুরত্ব প্রায় ৩০ ঘণ্টার। আর পরিস্থিতির চাপে এত লম্বা একটা যাত্রাপথ সাধারণ ভলভো বাসে চেপেই আসতে হয়। এমন বিপাকে পড়ে রীতিমতো রেগে গিয়েছেন বাংলা অনূর্ধ্ব-১৯ দলের কোচ সৌরাশিস লাহিড়ী। Indigo Crisis: ইন্ডিগো বিভ্রাটের জের, সংকটে হাজার হাজার যাত্রী, কোন যুক্তিতে হস্তক্ষেপে অস্বীকার সুপ্রিম কোর্টের? তিনি বলেন, 'এমন একটা পরিস্থিতি রীতিমতো ভয়ঙ্কর। বিসিসিআই একদিন করে ম্য়াচ পিছিয়ে দেওয়ার কথাও চিন্তাভাবনা করছিল। যদিও শেষপর্যন্ত তা করতে হয়নি। প্রত্যেকটা ভেন্যুতেই নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়েছে। গত সোমবার থেকে শুরু হয়েছে চতুর্থ রাউন্ডের খেলা। তবে আমাদের শারীরিক ধকলটা অন্যদের তুলনায় অনেকটাই বেশি হয়েছে। প্রায় ৩০ ঘণ্টা বাস জার্নি করে আমাদের দলের ক্রিকেটাররা খেলতে নেমেছে। সেকারণে ওরা প্রত্যেকেই যথেষ্ট ক্লান্ত।' IndiGo Crisis: ইন্ডিগো বিভ্রাটের জেরে এবার মেগা প্ল্যান, বিমান ভাড়া নির্দিষ্ট করল সরকার, বিশেষ উদ্যোগ এয়ার ইন্ডিয়ার ৩০ ঘণ্টার বাস যাত্রা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার রাত ১টায় বাস যাত্রা শুরু করে বাংলা ক্রিকেট দল। পৌঁছয় রবিবার ভোরবেলা। সৌরাশিষ আরও যোগ করলেন, 'এরা প্রত্যেকেই ২ রাত ঠিক করে ঘুমোতে পারেনি। তার উপরে এমন সাধারণ ভলভো বাসে যাত্রা। আর কোনও উপায় না থাকার কারণে আমাদের সড়কপথই বেছে নিতে হয়েছে। আর সেকারণে ম্য়াচ শুরুর আগে আমরা অনুশীলন পর্যন্ত করতে পারিনি।' উল্লেখ্য, কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে আপাতত কুচবিহার ট্রফির ম্য়াচ চলছে। গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলা। Indigo Flight Cancelled: ইন্ডিগো বিভ্রাটের জের, চরম সমস্যার মুখে যাত্রীরা, একদিনে বাতিল হাজার বিমান, কবে স্বাভাবিক হবে পরিষেবা? তবে শুধুমাত্র ক্রিকেটারই নয়, দুর্ভোগের শিকার হয়েছেন আম্পায়ারও। কলকাতার বিমান আসতে অনেকটাই দেরি করে। আর সেকারণে এই ম্য়াচের অন-ফিল্ড আম্পায়ার নীতিন পণ্ডিত প্রথম সেশনের খেলাও মিস করেন। যতক্ষণে নীতিন কল্যাণীতে আসেন, ততক্ষণে মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়ে গিয়েছে। স্থানীয় আম্পায়ার প্রকাশ কুমার প্রথম সেশনে দায়িত্ব পালন করেন। লাঞ্চের পর থেকে পণ্ডিত আম্পায়ারিং শুরু করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Dec 2025 4:52 pm

১০০ দিনের কাজ পেয়েছে সব রাজ্য, বঞ্চিত শুধু বাংলা! অভিষেকের প্রশ্নে মানল কেন্দ্র

বাংলার বঞ্চনা মেনে নিল মোদি সরকার।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 4:50 pm

Pawan Singh Threat: অজ্ঞাত কলারের হুমকিতে উদ্বেগ! বিপদে পবন সিং ও তার টিম

ভোজপুরি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা পবন সিং, সম্প্রতি অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে, একাধিক হুমকি পাওয়ার অভিযোগ দায়ের করেছেন। দাবি করা হয়েছে, যিনি ফোন করে হুমকি দিয়েছেন, তিনি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেন এবং পবন সিংকে সালমান খানের সঙ্গে কোনো কাজ না করার সতর্কবার্তা দেন। পুলিশে অভিযোগ দায়ের, তদন্ত শুরু মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ (জোন ৯) দীক্ষিত গেদাম সোমবার জানিয়েছেন যে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, পবন সিংয়ের ম্যানেজার গত কয়েকদিন ধরে একাধিক হুমকিমূলক ফোন ও বার্তা পাচ্ছিলেন। ওই ফোনকলগুলিতে দাবি করা হয়, কলকারী লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত এবং পবন সিং যদি সালমান খানের সঙ্গে কাজ চালিয়ে যান বা স্ক্রিন শেয়ার করেন, তবে তাকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। অভিনেতার টিমের আরও সদস্যরাও হুমকির মুখে ওশিওয়ারা থানার এক কর্মকর্তা জানিয়েছেন, শুধু পবন সিংয়ের ম্যানেজারই নয়, তাঁর টিমের আরও কয়েকজন সদস্যকেও অনুরূপ নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে এবং ফোনকারী টাকা দাবিও করেছেন। সালমান খান- বিষ্ণোই দ্বন্দ্ব: পুরনো শত্রুতা সালমান খান ও লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর শত্রুতা নতুন নয়। ১৯৯৮ সালে কালো হরিণ শিকার মামলার পর থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের কিছু অংশ সালমানের প্রতি ক্ষোভ পোষণ করে। এছাড়া, আনমোল বিষ্ণোই, লরেন্সের ভাইকে সন্দেহভাজন করা হয়েছে এপ্রিল ২০২৪-এ সালমান খানের বাড়িতে গুলিবর্ষণ এবং সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। গত মাসে তাকে আমেরিকা থেকে ফেরত এনে এনআইএ হেফাজতে নেয়। লরেন্স বিষ্ণোই বর্তমানে কোথায়? লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের সবরমতী জেল-এ বন্দি, যেখানে তিনি একটি মাদকদ্রব্য মামলায় অভিযুক্ত। সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Dec 2025 4:50 pm

পরাশরবাবু হইতে সাবধান

শুভ্রদীপ চৌধুরী পরাশরবাবুর সঙ্গে দেখা হওয়া মানেই বিপদে পড়া। না জেনে বিপদে পড়লে বিস্তর সহানুভূতি পাওয়া যায়। কিন্তু পরাশরবাবুর পাল্লায় পড়লে চেনা মানুষেরা বলেন, ‘দোষ তোমার, তুমি পালাওনি কেন? তোমার উচিত ছিল লোকটাকে দেখেই একছুটে অন্তত ৫০০ মিটার দূরে যাওয়া। তা যখন পারোনি তখন সহ্য করো।’ নিশ্চয় ভাবছেন, পরাশরবাবু কে? তাঁর সঙ্গে দেখা হলে কী […] The post পরাশরবাবু হইতে সাবধান appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 4:45 pm

একাধিক রাজ্যের স্থায়ী বাসিন্দা রাহুল বোস! প্রতারণার অভিযোগে বিদ্ধ অভিনেতা

মামলার পরবর্তী শুনানি ১৮ ডিসেম্বর।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 4:45 pm

শীত পড়তেই পুরাতন কোষ্ঠকাঠিন্যে জেরবার? ওষুধ নয়, সারবে এই ৫ যোগব্যায়ামে

কোষ্ঠকাঠিন্যের মূল কারণ হল পেটের পেশির দুর্বলতা।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 4:44 pm

কাগজ ছেঁড়ার রাজনীতি: শোরগোল ফেলে দিয়েছিলেন, রাহুল, তালিকায় নাম জুড়ল মমতারও

কাগজ ছিঁড়ে প্রতিবাদের রাজনীতিতে যাঁরা নাম লিখিয়েছেন, সেই তালিকায় একে একে নাম জুড়েছে অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারীর।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 4:43 pm

‘ভারতের UPI বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম’, স্বীকৃতি দিল IMF

সংসদে এই তথ্য সামনে আনল কেন্দ্রীয় সরকার।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 4:43 pm

Jakarta |জাকার্তায় বহুতলে আগুন, মৃত অন্তত ২০

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাত তলা বিল্ডিংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মৃত্যু হল অন্তত ২০ জনের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ার (Indonesia) রাজধানী জাকার্তায় (Jakarta)। জানা গিয়েছে, বাড়িটির একতলায় আগুন (Fire) লাগে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে বাকি অংশে। সেন্ট্রাল জাকার্তার পুলিশ আধিকারিক সুসাতিয়ো পুরনোমো কন্দ্র জানান, অফিস বিল্ডিংয়ের একতলায় আগুন লাগে। সেইসময় অনেক কর্মী দুপুরের খাবার […] The post Jakarta | জাকার্তায় বহুতলে আগুন, মৃত অন্তত ২০ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 4:42 pm

বিপদের চেয়ে বড় ভাইরাল! রিলের নেশায় নড়বড়ে বাঁশের সাঁকোয় দেদার নাচগান ইউটিউবারদের

ভাইরাল বাঁশের সেতুটি কোথায় জানেন?

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 4:38 pm

Zodiac Traits: সমস্ত বাধা পেরিয়েও লক্ষ্যপূরণ করে এই ৪ রাশি, হোঁচট খেলেও থেমে থাকে না! আপনিও কি এই দলে?

Zodiac Traits : রাশিচক্রের বারো রাশির মধ্যে কিছু রাশি রয়েছে যাঁদের চরিত্র অন্যদের তুলনায় অনেক বেশি শক্ত, স্থির এবং অবিচল। বাধা বা সমস্যার মুখোমুখি হলে অধিকাংশ মানুষই কখনও না কখনও হতাশ হয়ে পড়েন। কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়েন, আবার কেউ পরিস্থিতিকে ঠান্ডা মাথায় সামলাতে না পেরে ভুল সিদ্ধান্ত নেন। কিন্তু রাশিচক্রের চার রাশি এমন—যাঁদের স্বভাবেই আছে ঠান্ডা মাথায় কঠিন সময়কে জয় করার প্রকৃতি। মাথা ঠান্ডা রেখে কাজ করা, পরিকল্পনায় স্থির থাকা এবং ব্যর্থতার পরও উঠে দাঁড়ানোর ক্ষমতা এঁদের সহজাত। তাই জীবনে যত বড় বাধাই আসুক, এঁরা লক্ষ্য থেকে সরে দাঁড়ান না। মেষ রাশি মেষ রাশি এই চারটির মধ্যে প্রথম। মেষ রাশির জাতকদের উদ্যম, কার্যক্ষমতা এবং দৃঢ়তা অন্যদের থেকে আলাদা। এঁরা শুধু নিজের কাজেই মন দেন না, বরং কঠিন অবস্থাতেও মাথা ঠান্ডা রেখে পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করেন। সমস্যার দ্বারপ্রান্তে দাঁড়িয়েও মেষ জাতক-জাতিকারা ভয় পান না। বরং প্রতিটি বিপদকে তাঁরা চ্যালেঞ্জ হিসেবে দেখেন। আশপাশের মানুষ অনেক সময় মেষ রাশির আচরণকে রূঢ় বলেই মনে করেন। কারণ এঁরা নিজের অনুভূতি খুব কম প্রকাশ করেন। কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকে এঁদের মানসিক দৃঢ়তা। নিজের লক্ষ্য বাস্তবায়নের পথে যত বিরোধ বা বাধাই আসুক, মেষ পিছু হটে না। আরও পড়ুন- কুনজরে তছনছ জীবন! জনসমক্ষে বলা বারণ এই ৫ জিনিস, না হলেই বিপদ! সিংহ রাশি সিংহ রাশি স্বভাবগতভাবে নেতৃত্বদানকারী। এই রাশির মানুষরা জন্মগতভাবেই আত্মবিশ্বাসী, সৎ এবং মানসিকভাবে শক্ত। অবস্থা কতটা জটিল হয়ে উঠছে, তা সিংহরা খুব ভালো বুঝলেও তাঁরা কখনও ভেঙে পড়েন না। এঁরা হাসিমুখে পরিস্থিতি সামাল দিতে জানেন। কথার মাধ্যমে সমস্যা কমিয়ে আনতে তাঁদের জুড়ি নেই। তীব্র সমস্যার মুখেও সিংহরা ধৈর্য ধরে নিজের অবস্থান বজায় রাখেন। নিজের মানুষদের প্রতি যেমন সহানুভূতি দেখাতে পারেন, তেমনই নিজের অনুভূতিকে সামলে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। এই কারণেই কঠিন সময়ে অন্যদের তুলনায় সিংহ অনেক বেশি স্থির থাকেন। আরও পড়ুন- মিটবে টাকার অভাব! রাশি অনুযায়ী এই টোটকা মানলেই নতুন বছরে খুলে যাবে আয়ের পথ! বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি পরিচিত রহস্যময় স্বভাবের জন্য। কিন্তু এই রহস্যের আড়ালেই রয়েছে এদের বিপুল মানসিক শক্তি। বৃশ্চিকরা নিজের অনুভূতি প্রকাশ করতে ভালোবাসেন না। কিন্তু ভেতরে ভেতরে এঁরা অনেক বেশি পরিণত এবং পরিস্থিতি মোকাবিলায় দক্ষ। কাজের জায়গায় বা ব্যক্তিগত জীবনে যত জটিল পরিস্থিতিই আসুক, বৃশ্চিকরা শান্ত মনে সিদ্ধান্ত নেন। কোনও বিষয়ে তাঁরা অতিরিক্ত নাটকীয় নন, এবং অন্যকে নিজের দুর্বলতা দেখান না। এই রাশির মানুষরা অত্যন্ত পরিশ্রমী। একবার কোনও কাজে মন দিলে সেটিকে শেষ না করা পর্যন্ত বৃশ্চিক পিছিয়ে আসে না। আরও পড়ুন- চলতি সপ্তাহে কেমন যাবে প্রেমের সম্পর্ক? দেখুন সাপ্তাহিক প্রেমের রাশিফল! ধনু ধনু রাশির মানুষরা স্বভাবগতভাবে অনুসন্ধিৎসু, সাহসী এবং মানসিকভাবে দৃঢ়। সমস্যা বা ব্যর্থতা তাঁদের পিছিয়ে দেয় না, বরং এগিয়ে নিয়ে যায়। নতুন কিছু শিখতে এবং জানতে সর্বদাই আগ্রহী ধনুরা—যে কোনও পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে উন্নতির চেষ্টা করে। কঠিন সময়ে এঁরা খুব স্থির থাকেন। ধনুরা নিজের মতামত এবং নীতিতে দৃঢ়। কাউকে খুশি করার জন্য নিজের সিদ্ধান্ত বদলান না। লক্ষ্যপূরণের জন্য যত বাধাই আসুক, তাঁরা ধৈর্যের সঙ্গে এগিয়ে চলেন। পরিশ্রমকে তাঁরা ভয় পান না। বরং প্রতিটি প্রতিকূল অবস্থাই তাঁদের আরও শক্ত করে তোলে। আরও পড়ুন- স্রেফ চুল দেখেই যায় মানুষ চেনা, জানেন কী ভাবে? এই চার রাশির মূল শক্তি হলো—দৃঢ়তা, ধৈর্য, মানসিক স্থিরতা এবং লক্ষ্যবোধ। জটিল সময়েও মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়ার ক্ষমতাই এঁদের জীবনের সাফল্যের ভিত্তি। প্রতিকূলতা তাঁদের পিছিয়ে দেয় না। বরং সেই প্রতিকূলতাই হয়ে ওঠে আরও সামনে এগোনোর অনুপ্রেরণা।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Dec 2025 4:36 pm

বারো টাকা বাঁচাতে গিয়ে শেষমেশ ক্ষতি ৩৯০ টাকা

মানিক সাহা মিতব্যয়ী মানুষ পৃথিবীতে খুব বেশি নেই- এ কথা ঠিক। তবে অন্য গ্রহের কথা কে জানে? হয়তো মঙ্গল গ্রহে এমন কোনও সম্প্রদায় আছে, যারা ছাতা কিনে তালাবন্ধ বাক্সে রেখে দেয়- আমাদের পাড়ার নৃপেনবাবুর মতো! মিতব্যয়ী মানে কিন্তু কৃপণ নয়- এ নিয়ে বিভ্রান্তি চিরকালীন। কিন্তু অনেকেই মিতব্যয়ী নামের আড়ালে এমন সব কাণ্ড করেন যে কৃপণতাও […] The post বারো টাকা বাঁচাতে গিয়ে শেষমেশ ক্ষতি ৩৯০ টাকা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 4:31 pm

IndiGo: ইন্ডিগোর জবাবে অসন্তুষ্ট DGCA, শাস্তির মুখে পড়বেন ইন্ডিগোর CEO?

IndiGo: ইন্ডিগো-র বিরুদ্ধে আরও কড়া শাস্তির হুঁশিয়ারি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে রামমোহন নাইডুর। ইন্ডিগো-কে এমন শাস্তি দেওয়া হবে যেটা উদাহরণ হয়ে থাকবে, হুঁশিয়ারি কেন্দ্রের। কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর ৯১টি বিমান নির্ধারিত সময়েই এসেছে।

টিভি 9 বাংলা 9 Dec 2025 4:31 pm

Labour Code: দেশে চালু নতুন লেবার কোড, কবে থেকে ‘কমবে’ আপনার স্যালারি?

Employees' Provident Fund Organisation: অনেক সংস্থা এমন ছিল যাদের বেসিক পে ছিল ২৫ শতাংশ বা তার বেশি। আর নতুন নিয়মে সংস্থার বেসিক পে বাড়াতে হবে। ফলে কমে যাবে অন্যান্য ভাতা ও বোনার। আর এমন হলেও সিটিসি বা কস্ট টু কোম্পানি তো আর বাড়বে না। ফলে, কমবে কর্মীদের স্যালারিই।

টিভি 9 বাংলা 9 Dec 2025 4:25 pm

রণবীর-অক্ষয়কে ১০ গোল, আসল ‘ধুরন্ধর’মোদিই! ফিল্মি কায়দায় ভিডিও বিজেপির

'ধুরন্ধর' ব়্যাপের সঙ্গে মোদি ম্যাজিকে তোলপাড় নেটভুবন।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 4:22 pm

পায়ে হেঁটে বিশ্ব : অ্যানালগ যাত্রা, ডিজিটাল গন্তব্য

কুশল হেমব্রম সালটা ১৯৯৮। পৃথিবীতে তখনও স্মার্টফোনের রাজত্ব শুরু হয়নি। সোশ্যাল মিডিয়া বা সেলফি শব্দগুলো ছিল অজানা। ইন্টারনেটের ডায়াল-আপ মোডেমের কর্কশ শব্দই ছিল ভবিষ্যতের সংকেত। টাইটানিক সিনেমাটি তখন সদ্য মুক্তি পেয়েছে। ঠিক সেই সময়, দক্ষিণ আমেরিকার চিলির একদম শেষ প্রান্ত- পান্তা অ্যারেনাস থেকে এক ব্রিটিশ তরুণ হাঁটা শুরু করেছিলেন। পকেটে সামান্য কিছু টাকা, পিঠে একটা […] The post পায়ে হেঁটে বিশ্ব : অ্যানালগ যাত্রা, ডিজিটাল গন্তব্য appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 4:14 pm

পিএসএলকে বিশ্বের সেরা লিগ করার ‘দিবাস্বপ্ন’নকভির, ‘ট্রফি কবে দেবেন’, হাসির রোল নেটদুনিয়ায়

'আইপিএল ছেড়ে পিএসএলে নাম লেখাচ্ছেন ক্রিকেটাররা', মত নকভির।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 4:10 pm

Mainaguri |অবশেষে বাজারে এল ভুটানের কমলা

অভিরূপ দে, ময়নাগুড়ি: বেটার লেট দ্যান নেভার! উত্তরবঙ্গে শীতের সূচনা হয়েছে অনেকদিনই হল। তবুও বাজারে সেভাবে ভুটানের কমলালেবুর দেখা মিলছিল না। তবে এবার অপেক্ষার অবসান। সোমবার থেকে ময়নাগুড়ির বাজারে (Mainaguri) আসতে শুরু করেছে ভুটানের উৎকৃষ্ট মানের কমলালেবু৷ স্বাদ ও গন্ধে যার জুড়ি মেলা ভার। প্রথম দিন থেকেই ক্রেতা ভিড় জমাচ্ছেন কমলা কিনতে। পুজোর সময় ভুটানে […] The post Mainaguri | অবশেষে বাজারে এল ভুটানের কমলা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 4:07 pm

দু’পাড়ে সরু সুতোর মতো ব্যবধান

সেবন্তী ঘোষ মিতব্যয়িতার হাসি ও দুঃখের, যুগপৎ গল্প জগৎজুড়ে। এর স্পষ্ট দুটি শ্রেণি আছে। অভিজ্ঞতাজনিত ও জন্মগত। কার্পণ্য আর মিতব্যয়ী প্রায় সমার্থক অর্থ বহন করে। দুটির মাঝে সুতো পরিমাণ ব্যবধান। মানুষ যে কখন মাঝের বাধাটি পেরিয়ে ওপারে চলে যায় নিজেই বোঝে না। একটা সময় ছিল, যখন সঞ্চয় ছিল বাঙালি জীবনের প্রধান বিষয়। দীর্ঘ পরাধীনতা থেকে […] The post দু’পাড়ে সরু সুতোর মতো ব্যবধান appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 4:06 pm

CM Mamata Banerjee: একটানে দিল্লির কোন চিঠি ছিঁড়ে ফেললেন মুখ্যমন্ত্রী?

CM Mamata Banerjee: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ানোর পরেই মমতা বলেন, “লক্ষ্মীর ভান্ডার যাঁরা পান তাঁরা সারাজীবন পাবেন। ২৫ বছর বয়স থেকে যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আপনাকে নতুন করে আর নাম লেখাতে হবে না। তফসিলি জাতি-উপজাতি যাঁরা আছেন তাঁরা ৭০ হাজার টাকা করে পাচ্ছেন। আগে করে দেখান। তারপরে আমার সঙ্গে লড়াই করতে আসবেন।”

টিভি 9 বাংলা 9 Dec 2025 4:01 pm

CM Mamata Banerjee: ক্ষমতায় আসার পর এক বছর লেগেছে বামফ্রন্ট সরকারের জঞ্জাল পরিষ্কার করতে: মমতা

CM Mamata Banerjee: মমতা বলেন, “ক্ষমতায় আসার পর এক বছর সময় দিতে হয়েছে বামফ্রন্ট সরকারের জঞ্জার পরিষ্কার করতে। তারপর মাত্র ১৩ বছর হাতে টাইম পেয়েছি।” এরপরই তৃণমূল জমানায় রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরেন তিনি। ফের একবার সরব হন কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও।

টিভি 9 বাংলা 9 Dec 2025 3:59 pm

Liver |ভালো থাকবে লিভার, নিয়মিত একসঙ্গে খান এই খাবারগুলি…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লিভার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ (Liver)। শরীরকে দূষণমুক্ত রাখা, রক্ত জমাট বাঁধতে না দেওয়া, হজমে সাহায্য করার মতো একাধিক কাজে সাহায্য করে লিভার। তবে খাওয়াদাওয়ায় অনিয়মের জেরে এই অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয়। তাই লিভার ভালো রাখতে চাইলে কিছু খাবার একসঙ্গে খেতে পারেন। সেগুলি কী কী জেনে নিন। দই আর […] The post Liver | ভালো থাকবে লিভার, নিয়মিত একসঙ্গে খান এই খাবারগুলি… appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 3:57 pm

পণের দাবিতে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ! যোগীরাজ্যে নির্যাতিত খোদ মহিলা পুলিশকর্মী

স্যানিটাইজার খাওয়ানো হয় বলেও অভিযোগ নির্যাতিতার।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 3:54 pm

অফিসার বাবু

শুভ্র মৈত্র ১ ‘এখন হবে না কাকু, দেখছেন না এত ভিড়। আপনাকে তো বললাম সন্ধ্যায় আসুন’, সামনের মাথাগুলোর ওপর দিয়ে বলতে হয় বলেই সাগর গলাটা খানিক তোলে, তার মধ্যে ঠান্ডা লাগার ফলে আর একটু ভারী শোনায়। নিজেরই কেমন আশ্চর্য লাগে। গলায় এমন ধমকের সুর তো ছিল না। বেশ অফিসের বাবুদের মতো। আর কী আশ্চর্য, শোনার […] The post অফিসার বাবু appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 3:54 pm

PM Modi: ৩০-৪০ পাথার নথিতে বিশ্বাস নয়, সাংসদদের ‘রিফর্ম এক্সপ্রেস’ বোঝালেন মোদী

Narendra Modi: প্রধানমন্ত্রী সাংসদদের বলেছেন, যাতে তাঁরা সাধারণ মানুষের সত্যিকারের সমস্যা সামনে আনেন। তাতেই প্রতিদিনের সমস্যা সমাধান হবে বলে মনে করছেন নরেন্দ্র মোদী। অযথা নথিপত্রের কাজে যে তিনি বিশ্বাস করেন না, সে কথাও জানিয়ে দিয়েছেন মোদী।

টিভি 9 বাংলা 9 Dec 2025 3:50 pm

‘আর ফেরা হল না,’গোয়ার অভিশপ্ত নৈশক্লাবে মৃত সুভাষের দেহ ফিরছে বাগডোগরা

কথা দিয়েছিলেন আগামী মার্চেই বাড়িতে ফিরবেন!

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 3:48 pm

Calcutta High Court: ‘চাষির বাড়ির ছেলে বলে ডাক্তার হবে না?’, ‘সিস্টেম’ নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি বসু

Calcutta High Court On System: সুদূর ইসলামপুর থেকে চিকিৎসক হতে চেয়ে কলকাতা এসেছিলেন যুবক। কিন্তু ভর্তির হাজারও জটিলতায় শেষে আবেদন ফর্মটি পূরণ করতে পারেননি নাহিদ আলম। জল গড়ায় আদালত পর্যন্ত। গোটা ঘটনায় বিস্মিত হাইকোর্ট। মঙ্গলবার সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে।

টিভি 9 বাংলা 9 Dec 2025 3:48 pm

কানাঘুষো থেকে প্রকাশ্যে, বাঁকুড়ায় পরকীয়া প্রেমে হাবুডুবু স্কুলশিক্ষক পালালেন ছাত্রের মাকে নিয়ে!

বিষয়টি নিয়ে বিড়ম্বনায় পড়েছে স্কুলের অন্যান্য শিক্ষকরাও।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 3:46 pm

SIR |‘ভয় নেই’, স্পেশাল পাওয়ার প্রয়োগ করে যৌনকর্মীদের নাম তোলার আশ্বাস মনোজের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যৌনকর্মীদের কথা মাথায় রেখে, তাঁদের নিরাপত্তা ও স্বীকৃতি নিশ্চিত করতে রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিককে চিঠি লিখেছিল তিন সংগঠন। তাদের দাবি ছিল, যৌনকর্মীদের নথি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিশেষ নজর দিক কমিশন। রাজ্যে এসআইআরের (SIR) কাজ শুরুর ১৭ দিনের মাথায় সেইমতো একটি স্পেশ্যাল ক্যাম্প (Special Camp) তৈরি করা হয় এশিয়ার বৃহত্তম যৌনপল্লি […] The post SIR | ‘ভয় নেই’, স্পেশাল পাওয়ার প্রয়োগ করে যৌনকর্মীদের নাম তোলার আশ্বাস মনোজের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 3:45 pm

Supreme Court: ‘নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরেই ভোটাধিকার’, সুপ্রিম পর্যবেক্ষণে চাপে মতুয়ারা?

Matua in Bengal: জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যাঁরা ভারতের নাগরিক এখনও নন, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে তাঁরা কোনওভাবেই ভোটার তালিকায় থাকতে পারে না। এই প্রেক্ষাপটেই স্বেচ্ছাসেবী সংস্থা আত্মদীপ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তাঁদের দাবি, যাঁদের আবেদন এখনও বিচারাধীন রয়েছএ তাঁদের আপতভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক।

টিভি 9 বাংলা 9 Dec 2025 3:44 pm

Cold Tolerance |শীতে অন্যদের চেয়ে বেশি ঠান্ডা অনুভব করেন? কী কারণে এমনটা হয়?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঠান্ডা বা গরমের অনুভূতি প্রত্যেকের কাছেই আলাদা। কিছু মানুষ রয়েছেন যারা বাকিদের তুলনায় ঠান্ডা বেশি অনুভব করেন। অল্প শীত পড়তেই রীতিমতো ঠান্ডায় কাবু হয়ে যান (Cold Tolerance)। কিন্তু এমনটা কী কী কারণে হতে পারে? বডি ফ্যাট কম দেহের নিজস্ব যে ফ্যাট রয়েছে। যা শরীরের তাপ ধরে রেখে সব অঙ্গপ্রত্যঙ্গে উষ্ণতা ছড়িয়ে […] The post Cold Tolerance | শীতে অন্যদের চেয়ে বেশি ঠান্ডা অনুভব করেন? কী কারণে এমনটা হয়? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 3:42 pm

Prem Chopra |ওপেন-হার্ট সার্জারি ছাড়াই সফল অস্ত্রোপচার, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) স্বাস্থ্য নিয়ে শেষ পর্যন্ত বিস্তারিত তথ্য জানালেন তাঁর জামাই তথা অভিনেতা শারমান জোশি (Sharman Joshi)। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি জানান যে, প্রবীণ অভিনেতা ‘সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস’ (Severe Aortic Stenosis)-এ ভুগছিলেন এবং ‘TAVI’ (Transcatheter Aortic Valve Implantation) প্রক্রিয়ায় তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, […] The post Prem Chopra | ওপেন-হার্ট সার্জারি ছাড়াই সফল অস্ত্রোপচার, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 3:35 pm

Sanju Samson: ফের বঞ্চনার শিকার সঞ্জু স্যামসন? শুভমান ফিরতেই বদলে গেল অঙ্ক!

IND vs SA: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি কটকের বরাবটি স্টেডিয়ামে আয়োজন করা হবে। ম্যাচের আগে সোমবার (৮ ডিসেম্বর) সাংবাদিক বৈঠকে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সেখানে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেন। তবে সবথেকে বড় প্রশ্ন ছিল, আজকের এই ম্য়াচে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে কে নামবেন -- সঞ্জু স্যামসন (Sanju Samson) না শুভমান গিল (Shubman Gill)? এই ব্যাপারে খুল্লমখুল্লা জবাব দিলেন অধিনায়ক সূর্য। পাশাপাশি, ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ কেমন হবে, তা নিয়েও একটি বড়সড় ইঙ্গিত দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টি-২০ সিরিজের হাত ধরেই ভারতীয় ক্রিকেট দল আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাইছে। IND vs SA 1st T20I, Live Streaming Info: একেবারে ফ্রি'তে দেখুন প্রথম টি-২০ ম্য়াচ, অবিশ্বাস্য হলেও চরম সত্যি! ওপেনিং জুটি নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত তাদের প্রথম একাদশে যথেষ্ট পরিবর্তন করেছে। যদিও এই সিরিজ থেকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা বন্ধ হতে পারে। সাংবাদিক বৈঠকে এসে সূর্যকুমার যাদব বললেন, 'ভারতীয় ক্রিকেট দলের কম্বিনেশন নিয়ে আমরা আর খুব বেশি কাটা-ছেঁড়া করতে চাই না। আমরা কীভাবে ক্রিকেট খেলতে চাই, সেটার উপরই এবার থেকে যতটা বেশি সম্ভব ফোকাস করার চেষ্টা করব। এর পাশাপাশি, খুব বেশি পরিবর্তন হয়ত ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে না।' IND vs SA 1st T20I, Match Preview: কটকে আজ দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেবে ভারত! কী বলছে পরিসংখ্যান? মঙ্গলবারের ম্যাচে শুভমান গিল এবং সঞ্জু স্যামসনের মধ্যে কে ওপেন করবে, সেই ব্যাপারেও জবাব দিলেন সূর্যকুমার যাদব। সঞ্জু স্যামসনের ব্যাপারে সূর্যকুমার বললেন, 'স্যামসন এমন একজন ব্যাটার যে টপ অর্ডারে খেলতে পারে। ভারতীয় ক্রিকেট দলের ওপেনার হিসেবে ও যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। তবে সঞ্জু আগে থেকেই শুভমান ওই জায়গায় খেলছে। সেকারণে গিলই ওপেনিং স্লটের বেশি দাবিদার। কিন্তু, তাও আমরা সঞ্জুকে যতটা সম্ভব সুযোগ দেওয়ার চেষ্টা করেছি।' IND vs SA 1st T20I, Weather Update: কাঁপুনি শীতে 'খেলা হবে', প্রথম টি-২০'তে জবুথবু ঠাণ্ডায় জমবে বরাবাটি? ব্যাটিং অর্ডার নিয়েও বড়সড় মন্তব্য করলেন ভারত অধিনায়ক এই সাংবাদিক বৈঠকে সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হয়, টিম ইন্ডিয়ায় এই ক্রমাগত ব্যাটিং অর্ডার পরিবর্তনের কারণ কী? জবাবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বললেন, 'ওপেনার ছাড়া বাকি প্রত্যেকটা স্লটেই ফ্লেক্সিবল হতে হবে। সবাইকে অ্যাডজাস্ট করতে হবে। ওরা দুজনেই (গিল এবং স্যামসন) আমাদের পরিকল্পনায় রয়েছেন। দুজনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন। এরা এক-একজন আসলে দলেরই সম্পদ। সঙ্গে আমাদের মাথা যন্ত্রণার কারণ। বিশ্বকাপের আগে আমরা দুটো সেরা দলের বিরুদ্ধে মোট ১০ টি-২০ ম্য়াচ খেলব। সেকারণে যাবতীয় ফোকাস আপাতত ওই ম্য়াচের উপরেই রয়েছে। যত আমরা বিশ্বকাপের দিকে এগিয়ে যাব, ততই নিজেদের ফোকাস বিশ্বকাপের উপর শিফট করব।'

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Dec 2025 3:31 pm

Harischandrapur |ঠিকানাই নেই তো কীসের এসআইআর

সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর : শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার গলায় একটি বিখ্যাত গান রয়েছে, ‘আমি এক যাযাবর, পৃথিবী আমারে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।’ এসআইআর চলাকালীন আর যা-ই হোক, নিজের ঘর ভুলে যাওয়া তো চলবেই না। তাহলে যাঁরা সত্যি সত্যি যাযাবর, তাঁদের কী হবে? হরিশ্চন্দ্রপুরে বর্তমানে ডেরা বেঁধেছেন হাজার দুয়েক এমনই যাযাবর সম্প্রদায়ের বাসিন্দা। এই […] The post Harischandrapur | ঠিকানাই নেই তো কীসের এসআইআর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 3:31 pm

Cooch Behar: মমতার সভায় গিয়েছিলেন, মুহূর্তে নিঃস্ব তহমিনা, দুলালী বিবিরা

Mamata Banerjee: টাকা-পয়সা ও জরুরি দস্তাবেজ হারালেন দলের নেতা নেত্রীরা । কোচবিহার ১ নং ব্লকের তহমিনা পারভিন ও দুলালী বিবি তাঁদের মধ্যেই পড়েন। তহমিনা জানাচ্ছেন, সভায় ঢোকার পরেই দেখতে পান তাঁর ব্যাগের চেন খোলা । এরপর সভা শেষে নজরে আসে তাঁর ব্যাগ থেকে টাকা ও জরুরি দস্তাবেজ নেই। একই অবস্থা দুলালীর।

টিভি 9 বাংলা 9 Dec 2025 3:28 pm

Darjeeling |পাহাড়ের তিন কেন্দ্রেই প্রার্থী একপ্রকার চূড়ান্ত, মর্যাদার লড়াইয়ে অনীত থাপা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি : এবার পাহাড় কার? বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি থাকলেও, এমন প্রশ্ন ধাক্কা খাচ্ছে পাহাড়ের গায়ে। ’২৬-এর বিধানসভা নির্বাচন মর্যাদার লড়াই অনীত থাপার কাছেও। তাঁর নেতৃত্বাধীন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) পাহাড়ের উন্নয়নে ব্যর্থ বলে বিরোধী সমস্ত রাজনৈতিক দলেরই একসুর। জিটিএ বাতিলের দাবিও উঠেছে। এমন অবস্থায় বিধানসভা ভোটে ভালো ফল না করতে পারলে […] The post Darjeeling | পাহাড়ের তিন কেন্দ্রেই প্রার্থী একপ্রকার চূড়ান্ত, মর্যাদার লড়াইয়ে অনীত থাপা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 3:23 pm

CM Mamata Banerjee |১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের শর্ত ‘অসম্মানজনক’! জনসভার মাঝেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোচবিহারের (Cooch Behar) রাসমেলা মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভায় অংশ নিয়ে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সম্প্রতি কেন্দ্রের নয়া ‘শ্রম কোড’ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে রাজ্যে। সেখানে ১০০ দিনের কাজে টাকা দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। কিন্তু এই ধরনের কোনও শর্ত মানবেন […] The post CM Mamata Banerjee | ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের শর্ত ‘অসম্মানজনক’! জনসভার মাঝেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 3:21 pm

Mohammed Shami: শামির ৪ উইকেট, বিশ্বকাপের আগে নির্বাচকদের বার্তা বাংলার বোলারের!

Shami's 4 wickets Haul: বিশ্বকাপের আগে হাতে রয়েছে মোটামুটি ২টো মাস। আর তার আগেই শামির এই চোখ ঝলসানো পারফর্ম্যান্স বলে দিচ্ছে তাঁর মধ্যে এখনও খেলার খিদে কতটা রয়েছে। তবে শুধু হরিয়ানার বিরুদ্ধে শামি এমন দারুণ খেলেছেন, বললে একেবারেই ভুল করা হবে। কারণ, এর আগে সার্ভিসেসের বিরুদ্ধে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন শামি। ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন পুদুচেরীর বিরুদ্ধে।

টিভি 9 বাংলা 9 Dec 2025 3:19 pm

Sonia Gandhi |ভারতের নাগরিকত্ব গ্রহণের আগে ভোটার তালিকায় নাম! সোনিয়াকে নোটিশ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের নাগরিকত্ব গ্রহণের আগে ভোটার তালিকায় নাম উঠে গিয়েছিল বলে অভিযোগ। সেনিয়ে এবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi)-কে নোটিশ পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত (Delhi Rouse Avenue Court)। মঙ্গলবার সোনিয়ার বহু বিতর্কিত নাগরিকত্ব ও ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে একটি চ্যালেঞ্জ মামলায় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া ও পুলিশের জবাব […] The post Sonia Gandhi | ভারতের নাগরিকত্ব গ্রহণের আগে ভোটার তালিকায় নাম! সোনিয়াকে নোটিশ আদালতের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 3:19 pm

Redmi Note 15 5G: মিডরেঞ্জ স্মার্টফোনের বাজারে ভূমিকম্প! টিজার লঞ্চ Redmi Note 15 5G-র, সুনামি বেগে ভাইরাল, থাকছে চমকে দেওয়া ফিচার

Redmi Note 15 5G: মিডরেঞ্জ স্মার্টফোনের বাজারে ভূমিকম্প! রেডমি লঞ্চ করতে চলেছে Redmi Note 15 5G। মঙ্গলবার প্রকাশিত টিজারে জানানো হয়েছে, এই মডেলটি বাজারে আসবে 108 Master Pixel Edition নামে। টিজারের ঝলক প্রকাশ পেতেই রেডমি ভক্তদের মধ্যে উন্মাদনা আরও বেড়েছে। ফোনটি ৬ জানুয়ারি ২০২৬-এ বাজারে আসতে চলেছে। রেডিট ডাউন: শ'য়ে শ'য়ে ব্যবহারকারী বিভ্রাটের শিকার, ওয়েবসাইট, অ্যাপ কাজ করছে না রেডমি নোট ১৫ ৫জি ১০৮ মাস্টার পিক্সেল স্পেশ্যাল এডিশন ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। মঙ্গলবার এক্স-এ (X) পোস্ট করে এই ঘোষণা করেছে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি। যদিও ফোনটির মূল ফিচার বা স্পেসিফিকেশন এখনও সামনে আসেনি, তবে টিজারে দেখা গেছে এর ডিজাইনের ঝলক। স্মার্টফোনটি স্লিম বডি ডিজাইন ও কার্ভড ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। ডিভাইসটিতে মেটাল ফ্রেমও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। টিজার অনুযায়ী ফোনটির পাওয়ার বাটন ও ভলিউম কী ডান দিকে থাকতে পারে। কয়েকটি সহজ টিপসেই ইলেকট্রিক স্কুটেরের ব্যাটারির থাকবে চাঙ্গা, পাবেন দুর্দান্ত রেঞ্জ, জানেন তো সেগুলি? A new benchmark steps into the spotlight. Meet REDMI Note 15 5G, the 108 Master Pixel Edition, engineered for those who demand more from every frame, every tap, every moment. It’s Faster. Stronger. Simply Better. Coming soon. pic.twitter.com/UGTOpUI95u — Redmi India (@RedmiIndia) December 9, 2025 ৬ জানুয়ারি ভারতে লঞ্চ রেডমি নোট ১৫ ৫জি ১০৮ মাস্টার পিক্সেল এডিশন রেডমি এক্স–এ জানিয়েছে যে রেডমি নোট ১৫ ৫জি ১০৮ মাস্টার পিক্সেল এডিশন খুব শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। ইতিমধ্যেই অ্যামাজনে ফোনটির জন্য একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে, যেখানে নিশ্চিত করা হয়েছে যে স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে ৬ জানুয়ারি, ২০২৬। পাশাপাশি অ্যামাজনের মাধ্যমেই ফোনটি বিক্রি হবে। যদিও আসন্ন এই স্মার্টফোনটি কোনও স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি। গাড়ির পর ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার পরিকল্পনা করছে ভিনফাস্ট, দেখুন কী কী বৈশিষ্ট্য থাকবে? ডিজাইন টিজার অনুযায়ী, ফোনটিতে কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে এবং বডি বেশ স্লিম। রেডমির এই প্রিমিয়াম মিড-রেঞ্জ হ্যান্ডসেটে মেটাল ফ্রেম ব্যবহৃত হতে পারে।এদিকে, জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার (@heyitsyogesh) ইন্ডিয়ান ভার্সনের সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তাঁর দাবি, স্মার্টফোনটিতে থাকতে পারে ৬.৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, থাকতে পারে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট হাইপারওএস সফটওয়্যার। পিছনে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকতে পারে 6000mAh ব্যাটারি, সঙ্গে থাকবে 80W ফাস্ট চার্জিং। বছর শেষে ধুঁয়াধার অফার! মিলছে বাম্পার ছাড়, জলের দামে কিনুন Sony-Samsung-এর ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি এর আগে আরেকটি রিপোর্টে দাবি করা হয়েছিল, রেডমি নোট ১৫ ৫জি–তে থাকতে পারে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৫-বেসড হাইপারওএস ২। ফোনটির ওজন প্রায় ১৭৮ গ্রাম। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফোনটিকে রাখা হবে মিডরেঞ্জ সেগমেন্টে। ধারণা করা হচ্ছে, দাম হতে পারে ২৫-৩০ হাজার টাকার আশেপাশে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Dec 2025 3:15 pm

CM Mamata Banerjee: ‘বঙ্কিমদা! যেন মনে হচ্ছে হরিদা-শ্যামদা’, বিজেপিকে নাকখত দিতে বললেন মমতা

Mamata attacks BJP: দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদানের কথা মনে করিয়ে মমতা বলেন, “বিজেপির উদ্দেশ্যে বলেন, দেশ যখন স্বাধীন হয়েছিল তোমরা জন্মাওনি তখন। আমরাও জন্মাইনি। কিন্তু, আমাদের বাবা-দাদুরা জন্মেছে। তাঁরা জানতেন স্বাধীনতা আন্দোলন। তাঁরা আমাদের শিখিয়েছেন।” এরপরই বঙ্কিম-বিতর্কে বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষবাণ শানান।

টিভি 9 বাংলা 9 Dec 2025 3:07 pm

তালিকায় ‘ভূত’খুঁজতে দুয়ারে কমিশনের পর্যবেক্ষক, সোনাগাছিতেও চালু হল স্পেশাল ক্যাম্প

বিএলওদের সঙ্গে নিয়েই তপসিয়ায় ভোটারদের বাড়ি যান বিশেষ পর্যবেক্ষক মরুগান।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 3:06 pm

Vande Mataram: বাংলার ভোটকে সামনে রেখে বন্দে মাতরম ইস্যু? উত্তর দিলেন অমিত শাহ

Amit Shah on Vande Mataram: সোমবার প্রধানমন্ত্রীর বক্তব্যের পর প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা। আমাদের দেশ ৭৫ বছর স্বাধীন হয়েছে। তাহলে আজ এই নিয়ে বিতর্কের কী দরকার? তাঁর প্রশ্ন ছিল, বন্দে মাতরমকে বাংলায় ভোটের ইস্যু করা হচ্ছে না তো?

টিভি 9 বাংলা 9 Dec 2025 3:05 pm

Suvendu Adhikari: ‘আমি শুধু তৃণমূলের মুসলিমদের কথা বলেছি…’, সংখ্যালঘুদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট শুভেন্দুর

Suvendu Adhikari: এই প্রথম নয়, মাস খানেক আগেও শ্রীরামপুরের গিয়ে একটি সভায় ঠিক এই কথাটাই বলেছিলেন শুভেন্দু। তিনি মুসলিম ভোট চান না নয়, পান না! আর সে সময়ে শাসকদলের তরফেও এসেছিল খোঁচা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, আসলে বিজেপি এখন খাদে পড়েছে। শুভেন্দুর এই অবস্থানকে 'ব্যাক গিয়ার' বলেই কটাক্ষ করেছিলেন তিনি।

টিভি 9 বাংলা 9 Dec 2025 3:00 pm

Supreme Court |‘রাজ্য সাহায্য না করলে…’, বিএলওদের নিরাপত্তা নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কোনও রাজ্যের সরকার যদি বিএলওদের নিরাপত্তা দিতে সহযোগিতা না করে, সেটা জানাতে হবে। পরিস্থিতি বিবেচনা করে সেই মতো রাজ্যকে নির্দেশ দেবে শীর্ষ আদালত। মঙ্গলবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে এমনই জানাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। আইনজীবীর দাবি, পশ্চিমবঙ্গে বিএলওদের ভয় দেখানো হচ্ছে। […] The post Supreme Court | ‘রাজ্য সাহায্য না করলে…’, বিএলওদের নিরাপত্তা নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 2:57 pm

হাসপাতালেই শিক্ষানবীশ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার অস্থায়ী কর্মী

হাসপাতালের মহিলা রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 2:57 pm

CM Mamata Banerjee |রবিকে চা খাওয়ানোর পরামর্শ মমতার

কোচবিহার: দলনেত্রী আসছেন। এই খবর জানাজানি হওয়ার পর গত কয়েকদিন ধরে কোচবিহারে তৃণমূলে গোষ্ঠীকোন্দলের দাঁত-নখ বেরিয়ে এসেছিল। যাতে মমতার (CM Mamata Banerjee)দৃষ্টি আকর্ষণ করা যায়, সেজন্যই এই ‘উদ্যোগ’ বলে মনে করছিল স্থানীয় রাজনৈতিক মহল। কিন্তু সোমবার দলনেত্রী কোচবিহারে এসেও খুব একটা কড়া বার্তা দিলেন না। রবীন্দ্রনাথ ঘোষের (Rabindranath Ghosh)সঙ্গে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের কোন্দল […] The post CM Mamata Banerjee | রবিকে চা খাওয়ানোর পরামর্শ মমতার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 2:51 pm

গুরুতর অ্যাওর্টিক স্টেনোসিসে ভুগছিলেন প্রেম চোপড়া, কী এই রোগ? লক্ষণ ও চিকিৎসা কী?

শুরুর দিকে এ রোগের কোনও উপসর্গ নাও থাকতে পারে।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 2:43 pm

CM Mamata Banerjee: ‘ফাইনাল লিস্ট তৈরির পরের দিনই…’ বিজেপির তুলোধনা করে SIR নিয়ে কোন ‘প্ল্যানের’ ইঙ্গিত মমতার?

SIR in Bengal: মমতার দাবি, বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। বলেন, “বিজেপির হাতে রাজ্য গেলে আপনার অস্তিত্ব থাকবে না, আপনার সম্মান খাকবে না, আপনার ঠিকানা থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হবে।” তবে বাংলায় কোনওভাবেই তিনি ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না বলে এদিন ফের একবার সোচ্চারে বলেন।

টিভি 9 বাংলা 9 Dec 2025 2:39 pm

লন্ডন নয়, ঢাকাতেই চিকিৎসা হবে খালেদা জিয়ার, সংকট কি বাড়ছে?

বিএনপি সূত্রে তাঁর শারীরিক অবস্থার কথা শুনে উদ্বেগ বাড়ছে দেশবাসীর।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 2:38 pm

ভারতের কৃষিক্ষেত্রে কর্পোরেটের প্রবেশে নিষেধ, বাধা পেয়েই ‘ভাতের লড়াই’য়ে বেপরোয়া ট্রাম্প!

ভারতীয় চালে 'শুল্কবাণ'-এর হুঁশিয়ারি ট্রাম্পের।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 2:37 pm

'মারা যায়নি অথচ মৃত দেখানো হচ্ছে', SIR নিয়ে 'বিস্ফোরক' মমতা, তুললেন বিরাট অভিযোগ

ফের SIR ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী করে মমতা বন্দোপাধ্যায়।কোচবিহারের রাসমেলা ময়দানে দলীয় জনসভা থেকে কেন্দ্রকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, সামনে SIR-পিছনে NRC-এর ষড়যন্ত্র করা হচ্ছে। আমি বাংলাকে বিভেদ করতে দেব না। এসআইআর করো কোন অসুবিধা নেই। ২ বছর সময় নাও। আমরা যদি SIR-এর অনুমতি না দিতাম তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করত ওরা। ডবল ইঞ্জিন সরকার উত্তর প্রদেশ, অসমে ডিটেশন ক্যাম্প চালু করে দিয়েছে। ওড়িশা থেকে রাজস্থান চলছে বাঙালিদের উপর অত্যাচার। বাংলার মানুষের উপর অত্যাচার করে বাংলা দখল করার শখ। শুধু মিথ্যা প্রচার। এক কোটি লোকের নাম বাদ দেওয়ার চক্রান্ত। মারা যায়নি অথচ মৃত দেখানো হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের নিজের ভোটের নামটা তুলতে বলুন। প্রতি গ্রাম পঞ্চায়েতে MAY I HELP YOU ক্যাম্প হবে। এত খিদে! আর কত খাবে। বাংলা মাথা নত করতে জানে না। আরও পড়ুন- 'যেন মনে হচ্ছে হরি দা, শ্যাম দা...!' মোদীর মুখে 'বঙ্কিম দা', রেগে আগুন মমতা আজ সংসদে SIR ইস্যুতে সুর চড়ালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি বলেন, SIR ভোট মুছে ফেলার হাতিয়ারে পরিণত হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন বলছে, পাঁচ লক্ষ ভোটার বাদ দেওয়া হয়েছে, ছয় লক্ষ ভোটার বাদ দেওয়া হয়েছে... আর বিজেপি সেটা উদযাপন করছে। তিনি আরও বলেন, কোনও ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। বিহারে আপনারা অনেক কথা বলেছেন। মোদী গিয়ে বলেছেন যে আমরা অনুপ্রবেশকারীদের অপসারণের জন্য SIR করেছি। একজনও অনুপ্রবেশকারীকে খুঁজে পাওয়া যায়নি। যদি রোহিঙ্গারা এদেশে অনুপ্রবেশ করে থাকেন তাহলে আপনারা আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ। এটা স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব,। বাঙালি বিদ্বেষ ইস্যুতে বিজেপিকে নিশানা করে শ্রীরামপুরের সাংসদ আরও বলেন,এই কারণেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করা হয়েছে, আর প্রধানমন্ত্রীর মুখে 'বঙ্কিম দা'। তিনি কি কখনও সর্দার প্যাটেলকে দাদা বলে ডেকেছেন? রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন। নির্ভূল ভোটার লিস্ট তৈরির দিকে সজাগ দৃষ্টি রেখেছে কমিশন। এবার প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, বর্ধমান ডিভিশন, মালদা ডিভিশন ও জলপাইগুড়ি ডিভিশনের জন্য পাঁচ জন সিনিয়র আইএএস আধিকারিককে স্পেশ্যাল রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুসারে প্রতিরক্ষা মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি কুমার রবি কান্ত সিংহকে প্রেসিডেন্সি বিভাগে বিশেষ রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি কৃষ্ণকুমার নিরালাকে পাঠানো হচ্ছে বর্ধমান বিভাগে। গ্রামীণ উন্নয়ন দফতরের জয়েন্ট সেক্রেটারি পঙ্কজ যাদবকে জলপাইগুড়ি বিভাগে, অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের জয়েন্ট সেক্রেটারি অলোক তিওয়ারিকে মালদা বিভাগে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি নিরাজ কুমার বানসোরকে মেদিনীপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশন অনুমান করছে, রাজ্যজুড়ে এক কোটিরও বেশি ভোটারকে শুনানি ও নথি যাচাইয়ের জন্য ডাকা হতে পারে। ২০০২ সালের রোলের সঙ্গে সংযোগ প্রমাণিত না হলে তাদের কারণ ব্যাখ্যা করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এই বিশাল নথি যাচাই প্রক্রিয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে কমিশন। এক কর্মকর্তার কথায়, “নথি যাচাইয়ে সামান্য ভুল হলেও অযোগ্য নাম ভোটার তালিকায় ঢুকে পড়তে পারে। তাই এই পুরো প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে ইসি বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে।” চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তরের এক সিনিয়র আধিকারিক জানান, রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত ৫৬.৩৭ লাখ ভোটারকে ‘আনকালেক্টেবল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৭.৬৬ কোটি গণনা ফরম বিতরণ করা হয়েছে। অধিকারিকের ব্যাখ্যায়, “৫৬ লাখের বেশি নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। এর মধ্যে রয়েছে, ২৩.৯৮ লাখ মৃত ভোটার, ১০.৯৫ লাখ ঠিকানা ম্যাচ না হওয়া ভোটার, ১৯.৬৫ লাখ অন্যত্র স্থানান্তরিত ভোটার, ১.৩২ লাখ ডুপ্লিকেট এন্ট্রি এবং আরও ৪৭,৮৩২টি বিভিন্ন কারণে বাদ দেওয়া এন্ট্রি। আরও পড়ুন- 'মুনাফাকে অগ্রাধিকার, শিকেয় নিরাপত্তা', ইন্ডিগো বিভ্রাটের মাঝে পাইলটস অ্যাসোসিয়েশনের বিস্ফোরক মন্তব্য আরও পড়ুন- West Bengal News Live Updates: 'সংবিধানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল',বন্দে মাতরম নিয়ে লোকসভায় ঝাঁঝালো মন্তব্য মোদীর আরও পড়ুন- Weekend getaway: কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টায় পৌঁছোন স্বপ্নের স্বর্গে! বাংলার এই প্রান্ত শীতকালীন পর্যটনের বিরল রত্ন আরও পড়ুন- Corona Remedies IPO শুরু হতেই হুড়োহুড়ি! লিস্টিংয়ে ‘বড় ধামাকা’ ইঙ্গিত GMP–র আরও পড়ুন- ইন্ডিগো বিভ্রাটের জের, সংকটে হাজার হাজার যাত্রী, কোন যুক্তিতে হস্তক্ষেপে অস্বীকার সুপ্রিম কোর্টের?

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Dec 2025 2:36 pm

Bangladesh Players IPL list: IPL-এর নিলামে বাংলাদেশিদের রমরমা, তালিকায় কারা? দেখে চমকে যাবেন

IPL 2026 Auction: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানের আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে যে কোন ক্রিকেটারের নাম কোন স্লটে তোলা হবে? এই পরিস্থিতিতে ক্রিকেট সমর্থকদের মনে এই প্রশ্ন জাগতে শুরু করেছে, এই তালিকায় কতজন বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। Bangladesh Cricket: হজম হল না অবসর, ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিসিসিআই ইতিমধ্যে ৩৫০ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। এই ক্রিকেটারদের তোলা হবে নিলাম টেবিলে। ইতিপূর্বে, মোট ১,৩৫৫ ক্রিকেটার আইপিএল খেলার জন্য নাম নথিভূক্ত করেছিল। কিন্তু, সেখান থেকে ১,০০৫ ক্রিকেটারকে ছাঁটাই করা হবে। ২০২৭ আইপিএল নিলামে ফের তাঁরা নিজেদের ভাগ্য যাচাই করতে পারেন। উল্লেখ্য, ৩৫০ ক্রিকেটারের নাম চূড়ান্ত তালিকায় রাখা হলেও খালি রয়েছে মাত্র ৭৭ স্লট। অর্থাৎ, মাত্র ৭৭ জন ক্রিকেটারই আগামী আইপিএল টুর্নামেন্টে খেলতে পারবেন। এবার এই তালিকায় কতজন বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন, তা নিয়ে কথা বলা যাক। IPL 2026 Auction: আইপিএল নিলামের আগে 'বড় ধামাকা', বাদ পড়ল হাজারের বেশি ক্রিকেটারের নাম! আগে আইপিএল টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের (Bangladesh Cricket) যথেষ্ট রমরমা দেখতে পাওয়া যেত। কিন্তু, সময় যত সামনের দিকে এগিয়েছে, বিশ্বের সবচেয়ে সফল এই ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট লিগে 'টাইগার'দের সংখ্যা কমতে শুরু করেছে। আগামী বছর আইপিএল নিলামের জন্য মোট ৭ বাংলাদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছে। যদিও সেখানে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম নেই। IPL 2026: ক্রিকেট সমর্থকদের 'মাথায় বাজ', IPL খেলবেন না বিশ্বজয়ী অজ়ি সুপারস্টার! এক নজরে বাংলাদেশের ৭ ক্রিকেটার: মুস্তাফিজুর রহমান- বেস প্রাইস ২ কোটি টাকা রিশাদ হোসেন - বেস প্রাইস ৭৫ লাখ টাকা তাসকিন আহমেদ- বেস প্রাইস ৭৫ লাখ টাকা তানজিম হাসান সাকিব- বেস প্রাইস ৭৫ লাখ টাকা নাহিদ রানা- বেস প্রাইস ৭৫ লাখ টাকা শরিফুল ইসলাম- বেস প্রাইস ৭৫ লাখ টাকা রাকিবুল হাসান- বেস প্রাইস ৩০ লাখ টাকা Ravindra Jadeja IPL 2026: রাজস্থানের অধিনায়ক হবেন রবীন্দ্র জাদেজা? ফাঁস হয়ে গেল গোপন খবর প্রসঙ্গত, এই ৩৫০ ক্রিকেটারের মধ্যে ২৪০ ভারতীয় এবং বাকি ১১০ বিদেশি ক্রিকেটার রয়েছেন। এরমধ্যে ৪৫ ক্রিকেটার আবার সর্বাধিক বেস প্রাইস ২ কোটি টাকার তালিকায় রয়েছেন। এই তালিকায় ভারত থেকে মাত্র ২ ক্রিকেটারই নাম লেখাতে পেরেছেন। একজন হলেন ভেঙ্কটেশ আইয়ার, অপরজন রবি বিষ্ণোই।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Dec 2025 2:28 pm

Rahul Bose |রাহুল বোসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! হিমাচলের ঘটনায় বিতর্কের ছায়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রতারণার অভিযোগ উঠল বলিউড অভিনেতা তথা প্রাক্তন রাগবি খেলোয়াড় রাহুল বোসের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, রাগবি ফেডারেশনের জাতীয় সভাপতি হওয়ার জন্য তিনি জালিয়াতি করে একটি রাজ্য ডোমিসাইল (স্থায়ী বাসিন্দা) সার্টিফিকেট সংগ্রহ করেছেন। ইতিমধ্যেই বিষয়টি হিমাচল প্রদেশ হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। এই বিতর্কের শুরু হয় ২০২৩ সালে। অভিযোগ, সেই সময় রাহুল সিমলার রাজপরিবারের কাছে […] The post Rahul Bose | রাহুল বোসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! হিমাচলের ঘটনায় বিতর্কের ছায়া appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 2:27 pm

জম্মু-কাশ্মীরের আনন্তনাগে বোমা পরীক্ষা করে উমর! সেই জঙ্গলে তল্লাশি এনআইএ-র

দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধৃত দুই চিকিৎসককে নিয়ে তদন্ত এনআইএ।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 2:23 pm

CM Mamata Banerjee: ‘দয়া চাই না’, ভরা জনসভায় দিল্লির চিঠি কুচিকুচি করে ছিঁড়ে ফেললেন মমতা

Mamata in Cooch Behar: বাংলা যে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াচ্ছে, বাংলার সরকার একাধিক জনমুখী প্রকল্প সামনে আনছে তারও খতিয়ান এদিন তুলে ধরেন কিনি। এরপরই কার্যত হুঙ্কারের সুরে বলেন, “বাংলা কোনওদিন মাথানত করেননি এবং করবেও না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে।”

টিভি 9 বাংলা 9 Dec 2025 2:18 pm

Garden Reach Shipbuilders & Engineers: বদলাচ্ছে GRSE, আগামীতে ভারতীয় নৌবাহিনীর ভবিষ্যত রয়েছে তাদের হাতেই!

Indian Navy: গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসইর এই রূপান্তর শুধু মুখের কথা নয়। সংস্থার আর্থিক ফলাফলই এর প্রমাণ। ২০২৪-২৫ আর্থিক বর্ষে সংস্থার রেভেনিউ হয়েছে ৫ হাজার ৭৬ কোটি টাকা। যা ২০২৩-২৪ অর্থবর্ষের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার তুলনায় প্রায় ৪১ শতাংশ বেশি।

টিভি 9 বাংলা 9 Dec 2025 2:13 pm

Alipurduar: জেনারেল কাস্ট থেকে SC হয়ে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, SIR হতেই ধরা পড়লেন সেই নেতা

SIR In WB: এসআইএরের ফর্ম ফিলাপের সময় বিষয়টি সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকায়। যদিও এই আজব পদবী বিভ্রাটে আর এস আই আর ফর্ম পূরনই করতে পারেননি ওই ব্যাক্তি।এলাকার বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তির নাম চঞ্চল দাস।

টিভি 9 বাংলা 9 Dec 2025 2:12 pm

'যেন মনে হচ্ছে হরি দা, শ্যাম দা...!' মোদীর মুখে 'বঙ্কিম দা', রেগে আগুন মমতা

সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক জোরালো হয়েছে। বাংলার নবজাগরণের অন্যতম প্রধান কান্ডারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লোকসভায় দাঁড়িয়ে ‘বঙ্কিমদা’ সম্বোধন করায় 'বাঙালি বিদ্বেষ' ইস্যুতে বিজেপিকে তুলোধোনা তৃণমূলের। মোদীর এই মন্তব্যের তীব্র আপত্তি জানানো হয়েছে তৃণমূলের তরফে। আজ কোচবিহারের দলীয় জনসভা থেকে এনিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেন, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন! যেন মনে হচ্ছে হরি দা, শ্যাম দা...! আপনাদের মাথা নিচু করে নাক ক্ষত দেওয়া উচিত। স্বাধীনতা সংগ্রামে বাংলা পথ দেখিয়েছে। কোথায় ছিলেন আপনারা? রামমোহন থেকে ক্ষুদিরাম বাংলার মনীষীদের ইচ্ছাকৃত অপমান করছে বিজেপি। বাংলাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। বিদ্যাসাগরের মূর্তি ভাংলেন, বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না। উল্লেখ্য সোমবার লোকসভার শীতকালীন অধিবেশনে ‘বন্দে মাতরম্’ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধনের ঘটনায় তৃণমূল সরাসরি বিজেপির বাংলাবিরোধী মনোভাবের প্রমাণ বলেই কটাক্ষ করেছে। মোদীর মন্তব্য থামিয়ে বিরোধিতায় সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “অন্তত বঙ্কিমবাবু বলুন।” আপত্তির পরই নিজের সম্বোধন বদলে নেন প্রধানমন্ত্রী। তাতেই মোদী নিজের বক্তব্য থামিয়ে আপত্তি মেনে নেন। তিনি বলেন, “ঠিক আছে, বঙ্কিমবাবু বলছি। আপনার অনুভূতিকে সম্মান জানাই।” পরে খানিক রসিকতার সুরে তিনি যোগ করেন, “তবে আপনাকে দাদা বলে ডাকতে পারি তো? নাকি তাতেও আপত্তি আছে?” তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, “মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বললেন, তাতে মনে হল যেন 'চায়ের আড্ডা'য় বসে চলছে আলাপ-চারিতা। বাংলা ও বাঙালি এটাকে ভালভাবে নেয়নি।” আরও পড়ুন- 'মুনাফাকে অগ্রাধিকার, শিকেয় নিরাপত্তা', ইন্ডিগো বিভ্রাটের মাঝে পাইলটস অ্যাসোসিয়েশনের বিস্ফোরক মন্তব্য আরও পড়ুন- West Bengal News Live Updates: 'সংবিধানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল',বন্দে মাতরম নিয়ে লোকসভায় ঝাঁঝালো মন্তব্য মোদীর আরও পড়ুন- Weekend getaway: কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টায় পৌঁছোন স্বপ্নের স্বর্গে! বাংলার এই প্রান্ত শীতকালীন পর্যটনের বিরল রত্ন আরও পড়ুন- Corona Remedies IPO শুরু হতেই হুড়োহুড়ি! লিস্টিংয়ে ‘বড় ধামাকা’ ইঙ্গিত GMP–র আরও পড়ুন- ইন্ডিগো বিভ্রাটের জের, সংকটে হাজার হাজার যাত্রী, কোন যুক্তিতে হস্তক্ষেপে অস্বীকার সুপ্রিম কোর্টের?

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Dec 2025 2:12 pm

খেলাধুলোতেও চ্যাম্পিয়ন রাজপুত্র ইউভান, পেল ৩টি মেডেল, ছেলের কীর্তিতে গর্বিত শুভশ্রী বললেন…

ইউভানের স্কুলের স্পোর্টর্স ডে'র ছবি শেয়ার করে কী বললেন শুভশ্রী?

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 2:02 pm

Zeeshan Khan: জিম থেকে ফেরার পথে গুরুতর দুর্ঘটনা, সুস্থ আছেন তো টিভি অভিনেতা জিশান খান?

মুম্বইয়ের ভারসোভা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হলেন টেলিভিশন অভিনেতা ও বিগ বস ওটিটির প্রাক্তন প্রতিযোগী জিশান খান। নিউজ 18–এর প্রতিবেদনে জানা গেছে, সোমবার রাত প্রায় ৮টার সময় জিম থেকে ফেরার পথে, তাঁর গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। অন্য গাড়িটিতে ছিলেন এক প্রবীণ দম্পতি। দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল বলে সূত্রের খবর। দুই গাড়িই ক্ষতিগ্রস্ত হলেও আশ্চর্যের বিষয়, কেউই গুরুতর আহত হননি। ঘটনার পরপরই জিশান নিকটবর্তী থানায় গিয়ে একটি অফিসিয়াল রিপোর্ট দায়ের করেন। Mohit Chauhan: AIIMS ভোপালে মঞ্চ দুর্ঘটনা, ঠিক আছেন তো মোহিত চৌহান? জিশান খান ২০১৫ সালে স্টার প্লাসের ধারাবাহিক ‘কুছ তো হ্যায় তেরে মেরে দরমিয়াঁ’ দিয়ে টেলিভিশনে অভিষেক করেন। এরপর তিনি সনি টিভির ‘পারভারিশ সিজন ২’-এ অভিনয় করেন। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান জি টিভির ‘কুমকুম ভাগ্য’-তে আরিয়ান খান্না চরিত্রে অভিনয়ের মাধ্যমে। একতা কাপুরের সুপারন্যাচারাল সিরিজ ‘নাগিন’-এও দেখা গেছে তাঁকে। রিয়েলিটি শো-এর দুনিয়ায় তিনি নতুন পরিচয় পান বিগ বস ওটিটির, প্রথম সিজনে অংশগ্রহণ করে। শান্ত স্বভাব ও সরল ব্যক্তিত্বের জন্য দর্শকের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে প্রতীক সেহজপালের সঙ্গে, শারীরিক সংঘর্ষে জড়ানোর পর তাঁর যাত্রা থামে। সেই সিজনে দিব্যা আগরওয়াল হন বিজয়ী এবং নিশান্ত ভাট ছিলেন প্রথম রানার-আপ। Rhea Chakraborty: বিতর্ক থেকে বিজয়, রিয়া চক্রবর্তীর পোশাক ব্র্যান্ডের টার্ন ওভার কত জানেন? বিগ বস ওটিটির পর জিশানকে একাধিক মিউজিক ভিডিওতেও দেখা গেছে। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়-ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ৯.১৯ লাখ, এবং শীঘ্রই তিনি ১ মিলিয়ন ফলোয়ারের মাইলস্টোন স্পর্শ করবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Dec 2025 2:01 pm

বেআইনি নির্মাণে বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়া যাবে না, কড়া নির্দেশ হাই কোর্টের

জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া হাই কোর্ট

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 2:00 pm

এত উন্নয়ন সারা পৃথিবীতে কোথাও হয়নি, ২৬-এর নির্বাচনে বিপূল জয়ে বিরাট 'আত্মবিশ্বাসী' মমতা, দলকে দিলেন বড় বার্তা

কোচবিহারের রাসমেলা ময়দানে দলীয় জনসভা থেকে বিজেপিকে তীব্র নিশানা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের। ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে গত পরশু চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির তীব্র বিরোধীতায় এদিন সরব হন মুখ্যমন্ত্রী। কোচবিহারের সভা থেকে কাগজ ছিঁড়ে প্রতিবাদ। হুঙ্কার ছুঁড়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ২০২৬-এ আবার আমরা ক্ষমতায় আসব। ১০০ দিনের কাজ বাংলাই করে দেখাবে। তোমাদের ভিক্ষে আমরা চাইনা। পাশাপাশি তিনি দাবি করেন কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের কাজের জন্য ৫১,৬১৭ কোটি পাওনা রয়েছে রাজ্যের। হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সেই টাকা আটকে রেখে রাজ্যকে বিপাকে ফেলার চক্রান্ত করছ বিজেপি, অভিযোগ মমতার। আরও পড়ুন- SIR পর্বে কত ভোটারকে ডাকা হতে পারে যাচাই পর্বে? কমিশনের পরিসংখ্যান বুকে কাঁপুনি ধরাবে আজকের সভায় রাজবংশী সমাজের প্রাণপুরুষ পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জানিয়ে ভাষণ শুরু করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর ভাষণে মমতা বলেন, পুরো এক বছর সময় লেগেছে আগের সিপিএম সরকারের জঞ্জাল পরিষ্কার করতে। আমি টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে ভোট কিনি। বিহারের উদাহরণ টেনে বিজেপিকে এদিন নিশানা করেন দলনেত্রী। পাশাপাশি ভোটের আগে বিহারে বিজেপির ১০ হাজার টাকার পালটা লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, বাংলায় লক্ষ্মী ভান্ডার পাচ্ছে ২ কোটি ২১ লাখ পরিবার। ৫ বছরে ৬০ হাজার টাকা দিচ্ছি, সংখ্যালঘুরা লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে পেয়েছে ৭০ হাজার টাকা। ১০০ দিনের কাজ বন্ধ নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারের অমানবিক আচরণের উদাহরণ টেনে মমতা বলেন, হাইকোর্ট অর্ডার দিয়েছে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। তাও বিজেপি সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। সেই টাকা আদায়ে যখন আমাদের সাংসদরা দিল্লি গিয়েছিল তখন তাদের নামে কেস দেওয়া হয়েছে। বাংলার সাফল্যের খতিয়ান তুলে ধরে তৃণমূল নেত্রী বলেন, 'আবাস যোজনায় এক নম্বরে, গ্রামীণ সড়ক যোজনতেও শীর্ষে ছিল বাংলা। সব বন্ধ করে দিয়েছে। ভালো কাজ করা অপরাধ? রিভিউয়ের নামে ১৮৬টা কেন্দ্রীয় টিম পাঠিয়েছিল। আমি নিজে অনেকবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি। ১০০ দিনের কাজের জন্য ৫১,৬১৭ কোটি এখনও পাইনি। আরও পড়ুন- 'তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্ক ফিনিশ, পিকচার এখনও বাকি', ভোটের আগে বিরাট হুঙ্কার হুমায়ুনের আক্রমনাত্মক ভঙ্গিতে তৃণমূল সুপ্রিমো বলেন, আমাদের দয়ার দানের দরকার নেই। মা-বোনেরা জানে কোথা থেকে অথিতিদের খাবারটা দিতে হবে। ১০০ দিনের বিকল্প কর্মশ্রী প্রকল্প ইতিমধ্যে রাজ্য চালু করেছে। ৭৮ লক্ষের বেশি মানুষকে জব কার্ড দেওয়া হয়েছে। বাংলা কোনওদিন মাথা নত করেনি, করবেও না। আবার আমরা ক্ষমতায় আসব। ১০০ দিনের কাজ এবার বাংলা নিজে করে দেখাবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তোমরা এখন হাটি হাটি পা পা করে করে যাও, বাংলাকে ভুলে যাও। SIR ইস্যুতে এদিন ফের একবার কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দোপাধ্যায় বলেন, সামনে SIR-পিছনে NRC-এর ষড়যন্ত্র করা হচ্ছে। আমি বাংলাকে বিভেদ করতে দেব না। এসআইআর করো কোন অসুবিধা নেই। ২ বছর সময় নাও। যদি SIR-এর অনুমতি না দিতাম তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করত ওরা। ডবল ইঞ্জিন সরকার উত্তর প্রদেশ, অসমে ডিটেশন ক্যাম্প চালু করে দিয়েছে। ওড়িশা থেকে রাজস্থান চলছে বাঙালিদের উপর অত্যাচার। বাংলার মানুষের উপর অত্যাচার করে বাংলা দখল করার শখ। শুধু মিথ্যা প্রচার। এক কোটি লোকের নাম বাদ দেওয়ার চক্রান্ত। মারা যায়নি অথচ মৃত দেখানো হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের নিজের ভোটের নামটা তুলতে বলুন। প্রতি গ্রাম পঞ্চায়েতে MAY I HELP YOU ক্যাম্প হবে। এত খিদে! আর কত খাবে। বাংলা মাথা নত করতে জানে না। আরও পড়ুন- মহম্মদ আলি জিন্নার সঙ্গে তুলনা টানলেন হুমায়ুনের, “মৌলবাদী উগ্রতার প্রকাশ”, বিস্ফোরক শুভেন্দু গতকাল সংসদে প্রধানমন্ত্রী মোদীর 'বঙ্কিম দা' প্রসঙ্গ টেনে তীব্র নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, যেন মনে হচ্ছে হরি দা, শ্যাম দা, আপনাদের মাথা নিচু করে নাক ক্ষত দেওয়া উচিত। স্বাধীনতা সংগ্রামে বাংলা পথ দেখিয়েছে। কোথায় ছিলেন আপনারা? রামমোহন থেকে ক্ষুদিরাম বাংলার মনীষীদের ইচ্ছাকৃত অপমান করা হচ্ছে। বাংলাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। বিদ্যাসাগরের মূর্তি ভাংলেন, বাংলার মানুষ আপনাদের ক্ষমা করে না। ভোটের সময় রাজবংশীদের কথা বলেন, আর আগে অসম থেকে নোটিশ পাঠায়, কেউ যাবেন না। একটা রাজ্য আরেকটা রাজ্যে হস্তক্ষেপ করতে পারে না। এদিনের সভা থেকে সোনালি বিবিকে বাংলাদেশে পুশ ব্যাকের প্রসঙ্গ টেনে কেন্দ্রকে নিশানা করে দলনেত্রী বলেন, সোনালি বিবিকে আমরা জেল থেকে ছাড়িয়ে এনেছি। খাবার টাকা পাঠিয়েছি। আরও চারজন এখনও আটকে রয়েছে। তাদেরও ছাড়িয়ে আনব। পাশাপাশি তিনি বলেন, এত উন্নয়ন সারা পৃথিবীতে কোথাও হয়নি। এ রাজ্যে জন্ম থেকে মৃত্যু সব কিছুতেই প্রকল্প আছে। ক্ষমতা থাকলে করে দেখান। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের গোষ্ঠীকোন্দল নিয়ে প্রকাশ্যে দলের একাংশকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ভোটের আগে দলও যেন ঐক্যবদ্ধ ভাবে কাজ করে। কারণ যখন কোন বড় লড়াই সামনে থাকে সবাইকে ঐক্যবদ্ধ তার বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হয়। আরও পড়ুন- 'মমতাকে আর আমি বোন বলতে পারি না', একথা কেন বললেন জগদ্গুরু রামভদ্রাচার্য? বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, বিজেপি এজেন্সি গুলোকে হাতের পুতুল বানিয়ে রেখেছে। আমি আজ এখানে ভোট চাইতে আসিনি। বুকে শক্তি নিয়ে বাড়ি ফিরে যান। কেউ আপনাদের বাংলা থেকে বিতাড়িত করতে পারবেন না। কেন্দ্রীয় সরকার অত্যাচারী, স্বৈরাচারীর সরকার। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এরা সংবিধান গণতন্ত্র বিচার ব্যাবস্থাকে শেষ করতে চাইছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Dec 2025 1:59 pm

কাপুর বংশের কুলাঙ্গার! রণবীর কাপুরের বিরুদ্ধে বিস্ফোরক বলিউড অভিনেতা

ওর মতো বিন্দাস অভিনেতা বলিউডে খুব কম রয়েছে। আমি ওকে খুব কাছ থেকে দেখেছি, ওর স্টার হওয়ার আগে। কোনও চাপই রণবীরকে ক্লান্ত করতে পারে না। ক্য়ামেরা চালু হলে, একরকম মানুষ। ক্যামেরা অফ হলে আরেকরকম। ওর মতো অসভ্য, অভদ্র নায়ক খুব কমই রয়েছে। কাপুর বংশের কোনও ঐতিহ্য়ই বহন করে না। আর সেই কারণেই রণবীর এত বড় মাপের অভিনেতা।

টিভি 9 বাংলা 9 Dec 2025 1:58 pm

PM Narendra Modi |‘জনসাধারণের হয়রানির জন্য নিয়মকানুন নয়’, ইন্ডিগো বিভ্রাটের মাঝেই বার্তা মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় আটদিন অতিক্রান্ত। এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি ইন্ডিগোর উড়ান পরিষেবা (IndiGo flight crisis)। এর জেরে যাত্রীদের ভোগান্তি চরমে। তবে এসবের মাঝেই ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি জানিয়েছেন, সরকারের নিয়মকানুনের জন্য যাতে জনসাধারণের হয়রানির না হয় তা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার এনডিএ-র সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রীর এই বার্তার […] The post PM Narendra Modi | ‘জনসাধারণের হয়রানির জন্য নিয়মকানুন নয়’, ইন্ডিগো বিভ্রাটের মাঝেই বার্তা মোদির appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 1:52 pm

‘ইডেনে আইপিএলের প্রস্তুতি সেরে রাখলাম’, মুস্তাক আলির সফর শেষে বলছেন নাইট পেসার উমরান

চোটের সময় কেকেআর ম্যানেজমেন্ট যেভাবে পাশে ছিল, তার জন্য ধন্যবাদ দিচ্ছেন জম্মু ও কাশ্মীরের পেসার।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 1:52 pm

বিমানসংস্থাকে আগেই সতর্ক করেনি কেন ডিজিসিএ? ইন্ডিগো-বিপর্যয়ে প্রশ্ন উঠছে

প্রশ্ন উঠছে সরকারের প্রস্তুতি ও নজরদারি নিয়ে।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 1:50 pm

Weather Report |হিমেল হাওয়ায় কাঁপুনি, বাংলায় জাঁকিয়ে শীতের পূর্বাভাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ডিসেম্বরের শুরুতে গ্রাম বাংলায় শীত পড়েছে ভালোরকম। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় সর্বত্র ঠান্ডা অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হিমেল হাওয়া কাঁপুনি ধরাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে আরও নামবে পারদ। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে কুয়াশার দাপট। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে সোমবার তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার তা […] The post Weather Report | হিমেল হাওয়ায় কাঁপুনি, বাংলায় জাঁকিয়ে শীতের পূর্বাভাস appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 1:43 pm

Shreyas Iyer |শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গুরুত্বপূর্ণ স্ক্যান, বেঙ্গালুরুতে শুরু হবে রিহ্যাব!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ মিডল-অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া অবশ্য ধীর গতিতে হলেও স্থিতিশীল উন্নতি দেখাচ্ছে। সূত্রের খবর, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শ্রেয়সের পরবর্তী আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হবে। স্ক্যানের ফলাফলের ভিত্তিতে একজন বিশেষজ্ঞের পরামর্শ […] The post Shreyas Iyer | শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গুরুত্বপূর্ণ স্ক্যান, বেঙ্গালুরুতে শুরু হবে রিহ্যাব! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 1:38 pm

ইন্ডিগো ইস্যুতে ‘কেন্দ্রের গাফিলতি’নিয়ে আলোচনার দাবি, খারিজ হতেই ওয়াকআউট বিরোধীদের

দেশে নতুন উড়ান সংস্থা তৈরি হোক, বলছেন কেন্দ্রীয় মন্ত্রী।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 1:37 pm

শীতে ব্রণর সমস্যায় নাজেহাল! কীভাবে সামলাবেন? জানুন বিশেষজ্ঞের মত

শুষ্কতার মোকাবিলা না করলে বাড়ে সিরাম উৎপাদন, ত্বকে দেখা যায় সংক্রমণ।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 1:30 pm

‘নিয়ম মানুষের ভালোর জন্য, হেনস্তার জন্য নয়’, ইন্ডিগো বিপর্যয় নিয়ে সাংসদদের বৈঠকে কড়া বার্তা মোদির

ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে যাত্রী হয়রানি এখনও পুরোপুরি শেষ হয়নি।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 1:28 pm

১০০ দিনের কাজে ‘শর্ত’কেন্দ্রের, কোচবিহারে কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতার

১০০ দিনের কাজে টাকা দেওয়ার ক্ষেত্রে নয়া শর্ত 'অসম্মানজনক' বলে মন্তব্য তৃণমূল সুপ্রিমোর।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 1:26 pm

IPL 2026 Auction: আইপিএল নিলামের আগে 'বড় ধামাকা', বাদ পড়ল হাজারের বেশি ক্রিকেটারের নাম!

IPL 2026 Auction: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলাম অনুষ্ঠানের জন্য মোট ১,৩৫৫ ক্রিকেটারের নাম রেজিস্টার করা হয়েছিল। এই তালিকা BCCI প্রত্যেকটা দলের কাছে পাঠিয়েও দিয়েছিল। এবার নিলাম অনুষ্ঠানের আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৩৫০ ক্রিকেটারকে নির্বাচন করেছে। এই ক্রিকেটাররা আসন্ন মিনি অকশনে অংশগ্রহণ করতে পারবেন। বাকি ১,০৫৫ ক্রিকেটারের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আগামী বছর ফের তাঁদের ভাগ্য যাচাই করতে হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কয়েকজন ক্রিকেটার আবার এই নিলাম অনুষ্ঠানের জন্য নাম নথিভূক্ত করাননি। কিন্তু, তাঁদের নামও বিসিসিআই এই চূড়ান্ত তালিকায় রেখেছে। IPL 2026: ক্রিকেট সমর্থকদের 'মাথায় বাজ', IPL খেলবেন না বিশ্বজয়ী অজ়ি সুপারস্টার! মোট ৩৫০ ক্রিকেটারকে তালিকায় রেখেছে বিসিসিআই ক্রিকবাজ়ের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বিসিসিআই এই নিলাম অনুষ্ঠানের চূড়ান্ত তালিকায় মোট ৩৫০ ক্রিকেটারকে রেখেছে। সেই তালিকায় নাম রয়েছে কুইন্টন ডি ককেরও। একটি ফ্র্যাঞ্চাইজ়ি ইতিমধ্যে তাঁকে দলে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত বছর কুইন্টন ডি ককের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু, এবার তিনি ১ কোটি টাকায় নিলাম ময়দানে নামবেন বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, প্রথমে ক্যাপড প্লেয়ারদের নাম নিলাম টেবিলে তোলা হবে। তারপর আনক্যাপড ক্রিকেটাররা এই নিলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ৭১ থেকে ৩৫০ নম্বর পর্যন্ত ক্রিকেটাররা এক্সেলারেশন রাউন্ডে নাম লেখাবেন। Ravindra Jadeja IPL 2026: রাজস্থানের অধিনায়ক হবেন রবীন্দ্র জাদেজা? ফাঁস হয়ে গেল গোপন খবর কবে শুরু হবে আইপিএল নিলাম? ২০২৬ আইপিএল নিলাম অনুষ্ঠান আগামী ১৬ ডিসেম্বর আয়োজন করা হবে। আবু ধাবির এতিহাদ অ্যারেনায় বিশ্বের সবথেকে বড় ক্রিকেট লিগের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। ভারতে দুপুর ২টো বেজে ৩০ মিনিট থেকে এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং শুরু হবে। স্টার স্পোর্টস নেটওয়ার্কে ফ্যানেরা এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন। IPL 2026: আইপিএল ২০২৬-এ বিরাট রদবদল! সেরা তারকাদের নিয়ে ধামাকাদার খবর ৩৫০ ক্রিকেটারকে নিয়ে আয়োজন করা হবে IPL নিলাম বিদেশি ক্রিকেটার: আরব গুল, মাইলস হেমন্ড, ড্যান লেটগন, কুইন্টন ডি কক, কোনর এজথেরহুইজন, বায়েন্দা মাজোলা, ট্রেভিন ম্যাথিউ, বিনুরা ফার্নান্ডো, কুশল পেরেরা, দুনিথ ওয়েলালাগে, আকিম অগস্তে। Mohammed Shami in IPL 2026: মহম্মদ শামিকে নিয়ে ধামাকা খবর, শুনলে চমকে উঠবেন আপনিও ভারতীয় ক্রিকেটার: সাদেক হুসেন, বিষ্ণু সোলাঙ্কি, সাবির খান, ব্রিজেশ শর্মা, কণিষ্ক চৌহান, অ্যারন জর্জ, জিক্কু ব্রাইট, শ্রীহরি নায়ার, মাধব বাজাজ, শ্রীবৎস আচার্য, যশরাজ পুঞ্জা, সাহিল পারখ, রোশন বাঘসরে, যশ ডিচোলকর, আয়াজ খান, ধুরমিল মটকর, নমন পুষ্পক, পরীক্ষিত বলসাঙ্গকর, পূরব আগরওয়াল, ঋষভ চৌহান, সাগর সোলাঙ্কি, ইজাজ সাবরিয়া এবং আমন শেখাওয়াত।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Dec 2025 1:26 pm

প্রথম টি-টোয়েন্টির আগে জগন্নাথ দর্শনে ভারতীয় দল, পুরীর মন্দিরে আশীর্বাদ প্রার্থনা সূর্য-গম্ভীরের

ছিলেন তিলক, ওয়াশিংটন ও সূর্যকুমারের স্ত্রী দেবিশা।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 1:26 pm

Parliament Languages: বাংলা, হিন্দি, তামিল, তেলুগু সহ একাধিক ভাষায় কথা বলা যায় সংসদে, আঞ্চলিক ভাষা অন্যরা কীভাবে বুঝতে পারে?

Member Of Parliaments: কোনও সাংসদ যখন কথা বলেন, সেই সময় সংসদের ভিতরে সাউন্ডপ্রুফ ঘরে বসে থাকেন অনুবাদকরা। তাঁরা তৎক্ষনাৎ সেই সব স্পিচকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করেন। আর অন্য সাংসদরা হেডফোনে শুনতে পান ওই সাংসদ কী বলছেন। কিন্তু এই পদ্ধতি বেশ পুরাতন। বর্তমানে এই কাজে ব্যবহৃত হয় AI!

টিভি 9 বাংলা 9 Dec 2025 1:24 pm

CM Mamata Banerjee |‘কেন্দ্রীয় এজেন্সি বিজেপির পাপেট!’শীতলকুচি কাণ্ডে পদ্ম শিবিরকে তোপ মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোচবিহারের সভা থেকে শীতলকুচি কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় এজেন্সি তোতা পাখির বুলি আওড়ায়। বিজেপি কেন্দ্রীয় এজেন্সি গুলিকে নিজেদের হাতের পাপেটে পরিণত করেছে।’ The post CM Mamata Banerjee | ‘কেন্দ্রীয় এজেন্সি বিজেপির পাপেট!’ শীতলকুচি কাণ্ডে পদ্ম শিবিরকে তোপ মুখ্যমন্ত্রীর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 1:23 pm

পাকিস্তানকে ফের ১০ হাজার কোটির ঋণ! ভারতের আপত্তি সত্ত্বেও সন্ত্রাসের আঁতুড়ঘরে টাকা ঢালছে IMF

'পাকিস্তানের বিদেশি মুদ্রার ভাণ্ডারকে শক্তিশালী করতে এই উদ্যোগ', দাবি IMF-এর।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 1:20 pm

Humayun Kabir: বিজেপি আমায় ছাড়া সরকার গড়তে পারবে না: হুমায়ুন

Humayun Kabir: বারবারই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, হুমায়ুন বিজেপি দ্বারা পরিচালিত। সে প্রেক্ষিতে বলতে গিয়েই হুমায়ুন বলেন, আমি কার হয়ে খেলতে নেমেছি , ওসব সময় বলবে। তবে মিম-এর সঙ্গে যে জোট গড়বেন, তা স্পষ্ট করে দিয়েছেন হুমায়ুন।

টিভি 9 বাংলা 9 Dec 2025 1:17 pm

ধর্মেন্দ্রর দিল্লির স্মরণসভায় আমন্ত্রিত নেতা-মন্ত্রীরা, সানি-ববিকে ডাকলেন না হেমা! দেওল পরিবারে চিড়?

সানি-ববি আয়োজিত স্মরণসভাতেও ডাক পাননি 'সৎ মা' হেমা মালিনী, ধর্মেন্দ্রর প্রয়াণের পরই পরিবারে ভাঙন?

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 1:12 pm

‘সোনালিদের এনেছি, বাকি চারজনকেও ছাড়িয়ে আনব’কেন্দ্রকে বিঁধে বার্তা মমতার

বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না, ফের বার্তা মুখ্যমন্ত্রীর।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 1:08 pm

Navel Infection: স্নানের সময় নাভি পরিষ্কার করছেন তো? না-হলে হতে পারে চরম বিপদ, সতর্কবাণী চিকিৎসকের

Navel Infection: মানুষের শরীরে নাভি এমন একটি জায়গা, যেটি চোখে পড়ে খুব কম, কিন্তু যত্ন না নিলে এখানে জমে থাকা ময়লা শরীরের বড় সমস্যার কারণ হতে পারে। প্রতিদিন স্নান করলেও শরীরের কিছু অংশ বিশেষভাবে পরিষ্কার না করলে সেখানে ঘাম, মৃত ত্বক, তেল ও ধুলো জমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। নাভি তার অন্যতম উদাহরণ। বাইরে থেকে নাভিকে তেমন নোংরা মনে না হলেও ভিতরের বদ্ধ গঠনের কারণে এখানে ময়লা জমার প্রবণতা অনেক বেশি। কয়েক সপ্তাহ পরিষ্কার না করলে নাভির ভিতরে এমন কিছু পরিবর্তন হতে পারে যা অস্বস্তিকর তো বটেই, চিকিৎসারও প্রয়োজন পড়তে পারে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, নাভি দীর্ঘদিন পরিষ্কার না রাখলে প্রথমে সামান্য দুর্গন্ধ দেখা দেয়। সেই গন্ধ অনেক সময় বিরক্তিকর হলেও প্রকৃত সমস্যা হল ভেতরে জমে থাকা ময়লা। ঘাম, ধুলো, মৃত কোষ এবং কাপড়ের ক্ষুদ্র কণা জমতে জমতে নাভির ভিতর একটা আঠালো ভাব বা নরম স্রাব তৈরি করতে পারে। এই স্রাব জমে থাকতে থাকতেই ব্যথা, জ্বালা, চুলকানি বা লালভাব দেখা দিতে পারে। আরও পড়ুন- ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়ে সর্দি লেগেছে! শুনে হেসে ওড়ালেন চিকিৎসক, কিন্তু কেন? অনেকেই এই লক্ষণগুলোকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান, কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। সময়ের সঙ্গে সঙ্গে জমে থাকা ময়লা শক্ত হয়ে ছোট কালো পাথরের মতো বস্তুতে পরিণত হতে পারে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ওমফালোলিথ বলা হয়। এটিতে চাপ দিলে ব্যথা বাড়ে এবং সাধারণ পরিষ্কারে তা বেরও হয় না। এমন অবস্থা হলে চিকিৎসকের সাহায্য ছাড়া বিকল্প থাকে না। আরও পড়ুন- দুপুর ১টা–৩টার সময় শরীর কেন সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে, জানাল বিশেষজ্ঞরা চর্ম বিশেষজ্ঞ ডা. রশ্মি শর্মার মতে, নাভির ভেতরের আর্দ্রতা যদি দীর্ঘদিন থেকে যায়, তবে সেখানে ব্যাকটেরিয়া বা খামিরের বৃদ্ধি ঘটে। এই জীবাণু বৃদ্ধি পেলে সংক্রমণ হতে পারে। সংক্রমিত নাভি থেকে দুর্গন্ধযুক্ত তরল বের হওয়া, ত্বক নরম হয়ে যাওয়া বা পুঁজের মতো স্রাব হওয়া বেশ সাধারণ লক্ষণ। সংক্রমণ ছড়িয়ে গেলে ত্বক ফেটে যাওয়া, জ্বর বা তীব্র ব্যথার মত জটিলতা তৈরি হতে পারে। এসব নিয়মিত নাভি পরিষ্কার না করার ফল। আরও পড়ুন- ১২ বছরের আগে স্মার্টফোন দিলে শিশুদের স্বাস্থ্যের সমস্যা বাড়তে পারে, জানাল গবেষণা শরীরের পরিচ্ছন্নতা বজায় রাখতে নাভি পরিষ্কার রাখা কতটা জরুরি তা এখানেই বোঝা যায়। নাভি ঠিকমতো পরিষ্কার রাখলে জমে থাকা ময়লা দূর হয়, সংক্রমণের সম্ভাবনা কমে যায় এবং ত্বক সুস্থ থাকে। অনেকেই কানের পেছন, আঙুলের ফাঁক বা মাথার খুঁটির মতো কিছু জায়গার কথা ভুলে যান। নাভিও সেই তালিকায় পড়ে। যেখানে ত্বক ভাঁজ হয়ে থাকে এবং আর্দ্রতা জমে, সেখানেই নিয়মিত যত্ন প্রয়োজন। আরও পড়ুন- শরীরে ফাইবারের অভাব? সংকেত দেয় দেহ, দেখেও বুঝতে পারেন না ৯৯ শতাংশ মানুষ নাভি পরিষ্কার করার সঠিক পদ্ধতি নাভি পরিষ্কার করার সঠিক পদ্ধতি খুব একটা কঠিন নয়। স্নানের সময় সামান্য উষ্ণ জল ও হালকা সাবানের সাহায্যে আঙুল বা নরম কাপড় দিয়ে নাভির অংশটি আলতো করে পরিষ্কার করলেই যথেষ্ট। সাবান লেগে থাকলে তা ভালোভাবে ধুয়ে ফেলা উচিত। কারণ, সাবানের অবশিষ্টাংশ ত্বকে জ্বালাপোড়া ধরাতে পারে। স্নানের পর নাভির ভিতরটি শুকনো রাখা খুব জরুরি। নরম তোয়ালে দিয়ে আলতো করে নাভি মুছে নেওয়া বা বাতাসে শুকাতে দেওয়া ভালো। যদি নাভির ভিতরে ময়লা একটু গভীরে থাকে, তবে তুলোর ঠুকরো হালকা ভিজিয়ে ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, নাভি খুব জোরে ঘষা বা তীক্ষ্ণ কিছু ব্যবহার করলে ক্ষতি। পরিষ্কার হওয়ার বদলে উলটে ক্ষত তৈরি হতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Dec 2025 1:02 pm

‘মনে হচ্ছে শ্যামদা, হরিদা’, মোদির মুখে ‘বঙ্কিমদা’শুনে মমতা বললেন, ‘নাকখত দেওয়া উচিৎ’

কোচবিহারের সভা থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী।

সংবাদপ্রতিদিন 9 Dec 2025 1:01 pm

CM Mamata Banerjee |‘বঙ্কিমদা! আপনাদের তো নাকখত দেওয়া উচিত!’কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বঙ্কিমদা! যেন মনে হচ্ছে হরিদা, শ্যামদা! আপনাদের নাকখত দেওয়া উচিত জনগণের কাছে’ কোচবিহারের জনসভা থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবারলোকসভায় শীতকালীন অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ‘বন্দে মাতরম’ নিয়ে আলোচনা করার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কোচবিহারের সভা থেকে সেই […] The post CM Mamata Banerjee | ‘বঙ্কিমদা! আপনাদের তো নাকখত দেওয়া উচিত!’ কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Dec 2025 12:55 pm