SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

17    C
... ...View News by News Source

রিলায়েন্স থেকে বেতন নেন না এক টাকাও, তাও কী ভাবে এত সম্পত্তির মালিক মুকেশ আম্বানি?

মুকেশ আম্বানি বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। ফোর্বসের তালিকা অনুযায়ী, 112 বিলিয়ন ডলার নিয়ে আম্বানি রয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে 11 তম স্থানে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনীতম ব্যক্তি। তাঁর বেতনের পরিমাণ কত? তা বহু মানুষই ধারণা করতে পারবেন না। আসলে রিলায়েন্স থেকে কোটি বা লাখে বেতন নেন না আম্বানি। বরং রিলায়েন্স থেকে তিনি বেতন পান একেবারে শূন্য। আজ্ঞে হ্যাঁ, মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে কোনো বেতন পান না। তাহলে মুকেশ আম্বানির এই বিপুল পরিমাণে সম্পত্তি এল কী ভাবে?

এ ই সময় 18 Mar 2024 11:57 pm

ভ্রমণে নিজেকেই সঙ্গী করে ‘একলা চলো’ ভারতীয়দের

ভ্রমণের সঙ্গী নেই? প্রয়োজনও নেই। বর্তমানে বেরাতে যাওয়ার ক্ষেত্রে ‘একলা চলো রে’ নীতি নিচ্ছেন অধিকাংশ পর্যটক। ​সাতটি দেশের মধ্যে চালানো সমীক্ষায় উঠে এসেছে, চমকপ্রদ তথ্য। সমীক্ষা বলছে, একা ঘুরতে যাওয়াকে নতুন ট্রেন্ডে পরিণত করেছে এ দেশের মানুষ। সমীক্ষার তথ্য বলছে, চলতি বছরে 84 শতাংশ ভারতীয় একলা ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন।

এ ই সময় 18 Mar 2024 11:01 pm

খেলনা তৈরিতে চিনের বদলে ভারতে নজর

খেলনা উৎপাদনে চিনকে টপকে দিল ভারত। চলতি অর্থবছরে ভারতের খেলনা রপ্তানি বেড়েছে 239 শতাংশ। আর সেখানে আমদানি কমেছে 52 শতাংশ। বর্তমানে ভারত এখন খেলনায় নিট রপ্তানিকারক দেশ। দেশে 70 শতাংশ সীমাশুল্ক বৃদ্ধি ভারতের খেলনা শিল্পে জোয়ার এনেছে। সেই সঙ্গে শিল্পমহল সূত্রে খবর, আন্তর্জাতিক খেলনা ব্র্যান্ড সোর্সিংয়ের জন্য ভারতের উপর এখন বেশি নির্ভর করছে।

এ ই সময় 18 Mar 2024 10:49 pm

PPF-র লগ্নিকারীদের জন্য সুখবর, 31 মার্চ পর্যন্ত বাড়ল আয়কর ছাড়ের মেয়াদ

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF-এ লগ্নি করলে আয়করে মিলবে ছাড়। চলতি অর্থবর্ষে এই ছাড় হলে 31 মার্চের মধ্যে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে খুলতে হবে এই অ্যাকাউন্ট। এতে সুদের হার 7.1 শতাংশ রেখেছে কেন্দ্র। উল্লেখ্য, মাত্র 500 টাকা দিয়ে PPF অ্যাকাউন্ট খোলা যায়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এর থেকে সুদেমূলে যে টাকা মেলে তাও পুরোপুরি করমুক্ত।

এ ই সময় 18 Mar 2024 8:31 pm

লক্ষ্য ইমার্জিং ইন্ডিয়া, একমত কেন্দ্র-শিল্পমহল

ভারতীয় অর্থনীতির উল্লেখযোগ্য রূপান্তর ঘটে গিয়েছে, এ বিষয়ের বাস্তবতা নিয়ে আর কোনও পক্ষেরই কোনও সন্দেহ নেই। 'দ্য ইকোনমিক টাইমস অ্যাওয়ার্ডস ফর কর্পোরেট এক্সেলেন্স'-এ এই প্রসঙ্গেই বার্তা উঠে এসেছে।

এ ই সময় 18 Mar 2024 7:04 pm

উদ্ভাবনী তালিকায় ভারতের মাত্র একটি কোম্পানি, ফের Tata-দের হাতেই মুখরক্ষা

চাঙ্গা রয়েছে শেয়ার বাজার। হু হু করে বাড়ছে রফতানি। সেই সঙ্গে ফুল ফেঁপে উঠছে বিদেশি মুদ্রা ভাণ্ডার। GDP বৃদ্ধির নিরিখে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ভারত। খুব অল্প দিনের মধ্য়েই তা চিনকে ছাপিয়ে যেতে পারে বলেও ভবিষ্যতবাণী করেছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ। কিন্তু তার পরও একটি ক্ষেত্রে বেশ পিছিয়ে থাকায় নয়াদিল্লির কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ভারতীয় শিল্প সংস্থাগুলি রফতানির বাজারে ধুন্ধুমার ফেলে দিলেও বিশ্ব বাজারে উদ্বাধনী সংস্থা হিসেবে দুর্দান্ত জায়গা করে নিতে পারেনি তাঁরা। এদিক থেকে দেখতে গেলে কয়েক যোজন এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের বেশ কয়েকটি কোম্পানি। ভারতের ক্ষেত্রে একমাত্র মুখ রক্ষা করেছে Tata-রা। উদ্ভাবনী সংস্থার তালিকায় 20 নম্বর স্থানে রয়েছেন তাঁরা।

এ ই সময় 18 Mar 2024 6:21 pm

FD vs NSC: পোস্ট অফিসের টার্ম ডিপোজিট না NSC, কোন স্কিম বেশি লাভজনক?

ফিক্সড ডিপোজিট ও NSC দু’টি স্কিমেই মেলে নিশ্চিত রিটার্ন। কিন্তু সুদের হারের ক্ষেত্রে রয়েছে তারতম্য। NSC-তে 5 বছরের জন্য করতে হয় লগ্নি। সেখানে বছরে 7.7 শতাংশ হারে সুদ পাবেন আমানতকারীরা। পাশাপাশি রয়েছে আয়করে ছাড় পাওয়ার সুবিধা। অন্যদিকে FD-তে 7 দিন থেকে 10 বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারেন গ্রাহক। 5 বছরের লগ্নিকে 7.5 শতাংশ সুদ পাবেন তাঁরা।

এ ই সময় 18 Mar 2024 2:26 pm

Flipkart থেকে গায়েব 41 হাজার কোটি! কারণ জেনে চমকে যাচ্ছে বিনিয়োগ বাজার

PhonePe-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বিপুল অংকের আর্থিক ক্ষতির মুখে পড়ল ফ্লিপকার্ট। গত বছরে 41 হাজার কোটি টাকা লোকসান হয়েছে এই সংস্থার। অন্যদিকে ভারতীয় ই-কমার্স সংস্থায় লগ্নির পরিমাণ বাড়িয়েছে ওয়ালমার্ট। বর্তমানে ফ্লিপকার্টের 85 শতাংশ স্টক রয়েছে ওই মার্কিন কোম্পানির হাতে। গত বছর 56,012.8 কোটি টাকা আয় করলেও ফ্লিপকার্টের লোকসান হয়েছে 4,846 কোটি টাকা।

এ ই সময় 18 Mar 2024 1:16 pm

পেট্রলের দাম কমায় অখুশি ডিলারেরা, কলকাতায় নতুন রেট কত?

Petrol Diesel Price: শহরে কমে গিয়েছে পেট্রল ও ডিজেলের দাম। কিন্তু এর জেরে মারাত্মক অখুশি তেলের ডিলারেরা। প্রায় আড়াই কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে পেট্রল পাম্পের মালিকেরা।

এ ই সময় 18 Mar 2024 10:53 am

নিজের পাড়ার ভিতরেই রমরমিয়ে ব্যবসা! 20000 টাকার জিনিসে লাভ হবে 50,000

Business Idea: বর্তমানে নানা ধরনের ব্যবসার চাহিদা বাড়ছে। খাঁটি ঘি তৈরির ব্যবসা এমনই একটি লাভজনক ব্যবসা, যা থেকে প্রতি মাসে মোটা উপার্জন করা সম্ভব। কত আয় করা যেতে পারে, হিসাব বুঝে নেওয়া যাক

এ ই সময় 17 Mar 2024 11:59 pm

SBI নাকি Bob, কোন ব্যাঙ্কে টাকা রাখলে পাবেন সবচেয়ে বেশি সুদ?

SBI Vs Bob: ফিক্সড ডিপোজিটে টাকা রেখে মোটা টাকা রিটার্ন পেতে পারেন কোনও ব্যক্তি। বর্তমানে এসবিআই ও ব্যাঙ্ক অফ বরোদা, উভয় ব্যাঙ্কই বর্তমানে গ্রিন ডিপোজিট স্কিমের আওতায় দারুণ সুদের হার অফার করছে।

এ ই সময় 17 Mar 2024 11:31 pm

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্য়াকাউন্ট রয়েছে? মঙ্গলবারের মধ্যে করতে হবে গুরুত্বপূর্ণ কাজ

PNB KYC: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি খবর। গ্রাহকদের হাতে সময় মাত্র 2 দিন। তার মধ্যে করে ফেলতে হবে KYC। নইলে ব্যাঙ্কে লেনদেন আটকে যেতে পারে। কী ভাবে KYC করতে হবে, জেনে নেওয়া যাক

এ ই সময় 17 Mar 2024 7:39 pm

শাহরুখ, সচিনের সন্তানদের শিক্ষিকা! খবর থেকে দূরে থাকা Nita Ambani-র বোন মমতাকে কতটা চেনেন?

Mamata Dalal: নীতা আম্বানিকে কম বেশি বহু ভারতীয়ই চেনেন। কিন্তু তাঁর এক বোন, মমতা দালালকে কিন্তু চেনেন খুব কম সংখ্যক মানুষ। কারণ মিডিয়ার কাছ থেকে একেবারেই দূরে থাকেন মমতা। তাঁর পেশা কী? জেনে নেওয়া যাক

এ ই সময় 17 Mar 2024 2:31 pm

বিদ্যুৎ বিল কমে আসবে অর্ধেক! এক মাসেই তুঙ্গে মোদী সরকারের সূর্য ঘর যোজনার চাহিদা

Solar Scheme: সূর্য ঘর যোজনায় বিপুল সাড়া পেল মোদী সরকার। স্কিম শুরু করার মাত্র এক মাসের মধ্যেই সরকারের কাছে এই যোজনার আওতায় জমা পড়ল 1 কোটি আবেদন। যা নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

এ ই সময় 17 Mar 2024 11:59 am