ক্রীড়া দিবসে এক মঞ্চে কৃতি পড়ুয়া এবং খেলোয়াড়দের সংবর্ধনা দিল শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব
ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব কোভিডের সময়েও পথে নেমেছিল। দুঃস্থ খেলোয়াড়দের হাতে রেশন সামগ্রী তুলে দিয়েছিল। এর আগে শহরের বিভিন্ন কোচিং ক্যাম্পকে ফুটবল উপহার দিয়েছিল। এবারেও ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা সমাজ সেবামূলক কর্মসূচী নেওয়া হয়েছিল।
East Bengal : ইস্টবেঙ্গল মাঠে নেমে পড়লেন বিদেশি ডিফেন্ডার কিরিয়াকু! দেখতে সমর্থকদের ভিড়
Ready to take up challenge for East Bengal says Cypriot defender Charalambos Kyriakou. ইস্টবেঙ্গল মাঠে নেমে পড়লেন বিদেশি ডিফেন্ডার কিরিয়াকু! দেখতে সমর্থকদের ভিড়
চোটের কারণে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সিন্ধু
সোনার পদক সহ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচটি পদক জয়ী ২৭ বছর বয়সি সিন্ধু আপাতত কতটা দ্রুত আরোগ্য কামনা করবেন, সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। সিঙ্গাপুর ওপেন এবং কমনওয়েলথ গেমসে সোনার পদক জয় করার পর সিন্ধু যে ফর্মে রয়েছেন, সেই কথা মাথায় রেখে বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিস করছেন, তা খুব স্বাভাবিকভাবেই দেশবাসীকে হতাশ করছে।
Lionel Messi : ১৮ বছরে প্রথমবার ব্যালন ডি ওর তালিকা থেকে বাদ মেসি! মুচকি হাসছেন রোনাল্ডো
Lionel Messi left out of ballon d'Or nomination as Cristiano Ronaldo remains. ১৮ বছরে প্রথমবার ব্যালন ডি ওর তালিকা থেকে বাদ মেসি! মুচকি হাসছেন রোনাল্ডো
'অ্যাবাউট লাস্ট নাইট...', ধনশ্রীর সঙ্গে ছবি দিয়ে চাহালকে বিশেষ বার্তা সূর্যর
আসন্ন জিম্বাবোয়ে সফরে সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চাহাল এবং শ্রেয়স আইয়ারকে জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলে এই তিন ক্রিকেটার গোটা সিরিজ খেলেছেন। গত ১৭ জুন এই সিরিজ শেষ হয়েছে। ইংল্যান্ড সিরিজের পর এই তিন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটে একদিনের ম্যাচ এবং পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ক্যারিবিয়ান সফরে গিয়েছিলেন।
স্ত্রী ২০ বছরের ছোট, শোয়েব আখতারের বিয়ের আসল গল্পটা জানেন?
প্রথমে স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর চাউর হয়ে যায় যে শোয়েব আখতার ২০১৩ সালে হজযাত্রা করার সময় হরিপুরের এক ব্যবসায়ী মুস্তাক খানের সঙ্গে পরিচয় হয়। মুস্তাকের স্ত্রী আবার তখন শোয়েব আখতারকেই তাঁদের মেয়ের জন্য সুযোগ্য পাত্র খোঁজার দায়িত্ব দেন। এরপর মুস্তাক খানের পরিবার শোয়েবকে নিজেদের জামাই করার কথা চিন্তাভাবনা করতে শুরু করে দেন।
ওই প্রতিবেদনের একটি জায়গায় লেখা হয়েছে, সময়টা ছিল আটের দশকের একেবারে শেষের দিকে। বাংলার তারকা ক্রিকেটার ছিলেন অরুণ লাল (Arun Lal)। কৃতিত্বের বিচারে তাঁর আশপাশে আর কেউ ছিল বলে মনে হয় না। ইতিমধ্যে একজন বাঁহাতি ব্যাটার ঝড়ের গতিতে বাংলা ক্রিকেট দলে উঠে আসছিল। তিনি ছিলেন তৎকালীন 'অনামী' সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
Sakib Al Hasan : বাংলাদেশ বোর্ডের কড়া মনোভাবে বেটিং সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন সাকিবের
Shakib Al Hasan cancels deal with betting farm after ultimatum from BCB. বাংলাদেশ বোর্ডের কড়া মনোভাবে বেটিং সংস্থার সঙ্গে সম্পর্ক মুছলেন সাকিব!
'জুয়া খেলে দেশ বেচে দাও...', সমর্থকের নিশানায় সাকিব আল হাসান
ইতিপূর্বেও একটি জুয়া সংস্থার সঙ্গে জড়িত থাকার অপরাধে সাকিব আল হাসানকে (Shaki Al Hasan) এক বছরের জন্য নির্বাসনে পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। কিন্তু, সেই শাস্তি থেকে তিনি কোনও শিক্ষা গ্রহণ করেননি। আবারও একই কাজের পুনরাবৃত্তি করলেন তিনি। আর সেকারণেই বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা সাকিবের উপরে খাপ্পা হয়ে উঠেছেন।
সৌভাগ্যবান আমি ভারতীয়, স্বাধীনতার অমৃত মহোৎসবে দেশবাসীর কাছে বিশেষ বার্তা ধোনির
এদিকে 'ক্যাপ্টেন কুল' পড়েছেন মহা ফ্যাসাদে। আসলে IPL টুর্নামেন্টের মতোই সংযুক্ত আরব আমিরশাহী এবং দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট লিগ শুরু হতে চলেছে। দক্ষিণ আফ্রিকায় যে ক্রিকেট লিগ খেলা হবে, সেখানে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বেশ কয়েকটা IPL ফ্র্যাঞ্চাইজি রয়েছে। কিন্তু, তারপরেও কয়েকজন ক্রিকেটারের পক্ষে এই লিগে অংশগ্রহণ করা বেশ মুশকিল হয়ে উঠেছে।
IND vs PAK : বাবার অপহরণ থেকে খুনের হুমকি! ভারতের বিরুদ্ধে হেরে অভিশপ্ত দিন স্মরণ আক্রমের
Wasim Akram remembers death threat after losing to India in World Cup. বাবার অপহরণ থেকে খুনের হুমকি! ভারতের বিরুদ্ধে হেরে অভিশপ্ত দিন স্মরণ আক্রমের
Sharath Kamal : কমনওয়েলথে ম্যাজিকের পর প্যারিসে সোনা জিতেই বিদায় নিতে চান শরৎ কমল
Sharath Kamal Achanta not ready to retire before Paris Olympics in 2024. কমনওয়েলথে ম্যাজিকের পর প্যারিসে সোনা জিতেই বিদায় নিতে চান শরৎ কমল
Ishan Kishan : এশিয়া কাপের অপমান টি টোয়েন্টি বিশ্বকাপেই নেবে ঈশান, নিশ্চিত বাঙালি কোচ
Ishan Kishan will get his place back in T20 World Cup says coach. এশিয়া কাপের অপমান টি টোয়েন্টি বিশ্বকাপেই নেবে ঈশান, নিশ্চিত বাঙালি কোচ
শাহেনশাকে নিয়ে আসরে ইস্টবেঙ্গল
Kaun Banega Crorepati-র একটি এপিশোডে মোহনবাগান (Mohun Bagan Club) প্রসঙ্গে কথা বলেন বিগ বি (Big B)। কিন্তু লাল হলুদের এক ক্লাব (East Bengal Club) সদস্যের দাবি, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) শুধু মোহনবাগান নয় ইস্টবেঙ্গলের খেলাও দেখতেন। তাঁদের অনেকেই মনে করছেন, ইস্টবেঙ্গলের কথা উঠলে বলিউডের শাহেনশা একই ভাবে আবেগের কথা বলবেন।
সামনেই বিশ্বকাপ, ডাক এশিয়া কাপে? অবশেষে মুখ খুললেন শিখর ধাওয়ান
ভারতীয় ক্রিকেটে সবথেকে মারকুটে ব্যাটারদের মধ্যে প্রথম তিনে সবসময় থাকবে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নাম। তিনটি ফর্ম্যাটেই তিনি মেরে খেলতে পছন্দ করেন। দেশের অন্যতম সফল এই ওপেনার বর্তমানে শুধুমাত্র ওডিআইতেই সীমাবদ্ধ। বয়সের ভারে তাঁকে একটা ফর্ম্যাটেই রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
Emami East Bengal discloses the name of five foreign footballers. ইস্টবেঙ্গলের পাঁচ বিদেশির নাম ঘোষণা
Nitish Rana : নতুন বছরে দর্শক ভর্তি ইডেনে প্রতাপ দেখাতে চান নাইটদের নীতিশ রানা
Nitish Rana looking forward for his best performance for KKR at Eden gardens. দর্শক ভর্তি ইডেনে খেলতে মুখিয়ে আছেন নাইটদের নীতিশ রানা
পরনে ম্যানচেস্টারের জার্সি, এশিয়া কাপের প্রস্তুতিতে মাঠে বিরাট
Asia Cup 2022 ও বিশ্বকাপে (T-20 World Cup) বিরাটকে (Virat Kohli) তরতাজা হিসেবে পেতে তাঁকে বিশ্রামে পাঠিয়েছেন নির্বাচকরা। বিশ্রাম শেষ করে এবার এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে পড়লেন তিনি। শুধু ফিট হয়ে নামাই নয়, ফর্মে ফেরাটাও চ্যালেঞ্জ এখন বিরাটের কাছে। শুধু ফিট হয়ে নামাই নয়, ফর্মে ফেরাটাও চ্যালেঞ্জ এখন বিরাটের কাছে।
Durand Cup : ডুরান্ড কাপের ২৭টি ম্যাচ বাংলায়, পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন সেনাবাহিনীর
Indian army hopeful of Durand Cup tournament grand success in West Bengal. ডুরান্ড কাপের ২৭টি ম্যাচ বাংলায়, পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন সেনাবাহিনীর
অপেক্ষার অবসান, ইডেন গার্ডেন্সে ভারতকে নেতৃত্ব দিতে মাঠে সৌরভ
Eden Gardens-এ ফের ব্যাট হাতে দেখা যেতে চলেছে মহারাজ সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly)। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ১৫ সেপ্টেম্বর ইডেন গার্ডেন্সে ম্যাচটি আয়োজিত হবে। লেজেন্ডস লিগ ক্রিকেটের ম্যাচে রেস্ট অফ ওয়ার্ল্ডের বিরুদ্ধে খেলতে চলেছে ইন্ডিয়া মহারাজাস। উল্লেখ্য, এই লিগের প্রথম মরশুম খেলা হয়েছিল ইন্ডিয়া মহারাজাস, ওয়ার্ল্ড জায়ান্টস ও এশিয়া লায়ন্সের বিরুদ্ধে। চলতি বছর জানুয়ারি মাসে খেলা হয়েছে। মোট সাতটা ম্যাচ হয়েছে।
ভারতের বিরুদ্ধে নামার আগে বাবরদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত পাক বোর্ডের
পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। একাধিক তাবড় তাবড় ক্রিকেটার পাকিস্তান থেকে উঠলেও তাদের বেতন খুব একটা বেশি নয়। এছাড়াও পর্যাপ্ত পরিকাঠামো, স্বল্প বেতন বরাবরই পাকিস্তান ক্রিকেটে অন্যতম চর্চিত বিষয়। গতবারের পুনরাবৃত্তি আটকাতে এবার এশিয়া কাপের আগে পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। PCB এর তরফে প্রতিটা প্লেয়ারকে নতুন চুক্তিপত্র দেওয়া হয়েছে। যেখানে প্রতি প্লেয়ারের বেতন বৃদ্ধি সহ একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে।
'বাংলার প্লেয়ারদের নিয়ে আলাদা করে ভাবি না,' ইডেনে বসে ঘোষণা KKR কোচের
দু'বছরের বেশি সময় বিদেশের মাটিতে খেলার পর শেষমেশ ইডেনে খেলতে ফিরছে কলকাতা নাইটরাইডার্স (KKR), ২০২২ সালের IPL-এর পরেই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী বছর হোম ও অ্যাওয়ে ভিত্তিতেই খেলা হবে IPL। তাই ইতিমধ্যেই ঘরের মাঠে খেলার প্রস্তুতি শুরু করেছে KKR-এর নীতিশ রানা (Nitish Rana) ও রিঙ্কু সিং (Rinku Singh)। KKR-এ কেন বাংলার কোনও মুখ নেই সেবিষয়েও মুখ খুলেছেন KKR এর কোচ।
মিলছে না সুযোগ, মুম্বই ছেড়ে গোয়ার পথে সচিন-পুত্র
Arjun Tendulkar মিলছে না সুযোগ, এবার রাজ্য ছাড়ার পথে সচিন-পুত্র (Sachin Tendulkar Son)। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে তিনি নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছেন। আগামী মরশুমে ঘরোয়া ক্রিকেটে তিনি গোয়ার হয়ে নামতে পারেন। উল্লেখ্য, ২২ বছর বয়সে অর্জুন এখনও সেভাবে ঘরোয়া ক্রিকেট বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে পারেননি। জাতীয় দলেও তিনি সুযোগ পাননি। যার প্রধান কারণ ঘরোয়া ক্রিকেটে সুযোগ না পাওয়া।
'দেশের জওয়ানদের অপমান...', লাল সিং চাড্ডা দেখে বেজায় খাপ্পা মন্টি পানেসর!
তবে একদিকে যেমন মন্টি পানেসর এই সিনেমাটিকে বয়কট করার আহ্বান জানাচ্ছেন, ঠিক তেমনই অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া সিনেমাটির যথেষ্ট প্রশংসা করেছেন। তিনি এই সিনেমাটি অসাধারণ বলার সঙ্গে সঙ্গেই নেট পাড়ায় তাঁকে নিয়ে ট্রোলের বন্যা বইতে শুরু করে। শুধুমাত্র তাই নয়, অনেকে তো আবার আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলও আনসাবস্ক্রাইব করতে শুরু করে দিয়েছেন।
Kolkata Derby : মাত্র ৩০ মিনিটেই শেষ কলকাতা ডার্বির অনলাইন টিকিট! উত্তেজনার পারদ চড়ছে
Online tickets finished within 30 minutes for Kolkata Derby in Durand cup. মাত্র ৩০ মিনিটেই শেষ কলকাতা ডার্বির অনলাইন টিকিট! উত্তেজনার পারদ চড়ছে
Virat Kohli : সামনেই এশিয়া কাপ, একাই ইনডোর অনুশীলন শুরু করে দিলেন কিং কোহলি
Virat Kohli starts intense practice session in Mumbai before Asia Cup. সামনেই এশিয়া কাপ, একাই অনুশীলন শুরু করে দিলেন কিং কোহলি
চোট গুরুতর! এশিয়া কাপের পর বিশ্বকাপেও দলে নেই বুমরাহ?
যদি টি-২০ বিশ্বকাপের বিমানে জসপ্রীত বুমরাহ উঠতে না পারেন, তাহলে তার থেকে বড় দুর্ভাগ্য ভারতীয় ক্রিকেট দলের কাছে আর কিছুই হতে পারে না। তাহলে ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আভেশ খান কিংবা আর্শদীপ সিংকে আরও বেশি করে দায়িত্ব গ্রহণ করতে হবে। ডেথ ওভারে যথেষ্ট ভালো বোলিং করেন হর্ষল এবং ভুবনেশ্বর কুমার। কিন্তু ভারতের এমন একজন বোলার চাই যে সামনে থেকে উইকেট শিকার করতে পারেন।
চোখের নিমেষে শেষ ডার্বির অনলাইন টিকিট, অফলাইনের অপেক্ষায় সমর্থকরা
এবারের মরশুমে প্রথম ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে গতবারের বিজয়ী দল FC গোয়া। বিপক্ষে খেলবে গতবারের রানার্স আপ তথা কলকাতা ফুটবলের অন্যতম বড় স্তম্ভ মহমেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচটাই কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে। এই স্টেডিয়ামে মোট ১০টি ম্যাচের আয়োজন করা হবে। এরমধ্যে সাতটা নকআউট ম্যাচ রয়েছে এবং রয়েছে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ।
Amitabh, Mohun Bagan : আমি মোহনবাগান ভক্ত, কেবিসির সেটে সুনীল ছেত্রীকে জানালেন অমিতাভ বচ্চন
Mohun Bagan is my favourite team reveals Amitabh Bachchan to Sunil Chhetri at KBC. আমি মোহনবাগান ভক্ত, কেবিসির সেটে সুনীল ছেত্রীকে জানালেন অমিতাভ বচ্চন
এই তারকা ক্রিকেটাররা নিজের তুতো বোনকে বিয়ে করেছেন!
Shahid Afridi: তুতো বোনকে বিয়ে করেছেন এই ক্রিকেটাররা। তালিকায় রয়েছে তারকাদের নাম।
ঊর্বশীকে বোন সম্বোধন, রাখী পূর্ণিমায় 'মশকরা' ঋষভের?
এরপর ঊর্বশীর এই ভিডিয়ো যখন একদিকে ভাইরাল হতে শুরু করে, পাশাপাশি অনেকেই এই মিস্টার RP নামের মানে খুঁজতে শুরু করে দেয়। কারণ ইতিপূর্বে বহুবারই এই দুই তারকার নাম একে অপরের সঙ্গে যুক্ত হয়েছিল। ইতিমধ্যে ঋষভ পন্থের একটা স্ক্রিনশট যথেষ্ট ভাইরাল হতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ার দাবি, ঋষভ নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে এই পোস্টটি করেছিলেন।
Ryan Giggs : বান্ধবীকে ঠকিয়ে ৮ জন মহিলার সঙ্গে যৌন সঙ্গম! বিপাকে রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ
Ryan Giggs having sexual relationship with 8 different women alleges girlfriend. বান্ধবীকে ঠকিয়ে ৮ জন মহিলার সঙ্গে যৌন সঙ্গম! বিপাকে রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ
কিং কোহলির হাত থেকে এই রেকর্ডটাও ছিনিয়ে নিলেন বাবর আজম!
বাবর অধিনায়ক থাকাকালীন দলকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি ভারতকে হারাতে পারবেন। এরই ফল হল ICC-র বড় টুর্নামেন্টেও ভারতের সামনে পাকিস্তানের পা নড়ল না। বাবর যেভাবে দলকে নতুন রূপ দিয়েছেন, তা প্রশংনীয়। এই কারণেই আজ বাবরকে বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের মধ্যে গণ্য করা হয় এবং তার নামে কিছু রেকর্ডও রয়েছে, যা এমনকী রোহিত শর্মা (Rohit Sharma), ধোনি (MS Dhoni) এবং বিরাট কোহলিরাও (Virat Kohli) করতে পারেননি।
কমনওয়েলথ গেমস থেকে নিখোঁজ পাকিস্তানের ২ বক্সার
তিমধ্যেই পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। আর সেইসঙ্গে ওই নিখোঁজ দুই বক্সারের তদন্ত শুরু করা হয়েছে।সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসের বক্সিং ইভেন্টে কোনও পদকই জয় করতে পারেনি পাকিস্তান। তবে সব খেলা মিলিয়ে পাকিস্তান মোট আটটি পদক জয় করেছে। এরমধ্যে দুটো সোনার পদক রয়েছে। একটি জিতেছে ভারোত্তলনে এবং অপরটি জ্যাভেলিন থ্রোয়ে।
আমি মোহনবাগান সমর্থক, অকপট স্বীকারোক্তি অমিতাভ বচ্চনের
সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির চতুর্দশ মরশুমে প্রতিযোগী হিসেবে খেলতে এসেছিলেন ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা অলিম্পিক পদকজয়ী মহিলা বক্সার মেরি কম এবং ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তো, খেলা চলতে চলতেই মেরি কম এবং সুনীল ছেত্রীকে 'বিগ বি' প্রশ্ন করেন যে কোন ভারতীয় ফুটবল দলকে শ্রদ্ধা জানাতে ২০১৭ সালে FIFA অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট বিক্রি সন্ধ্যে সাতটা বেজে এগারো মিনিটে শুরু করেছিল?
ছেঁড়া শাড়িতে বাঁধা ছেলের সোনার পদক, ট্রফি! অচিন্ত্য শিউলির মায়ের লড়াই শেষ হয়নি!
Achintya Siuli: সোনার পদক জেতা ছেলের কাছ একখানা আলমারি কেনার আবদার মায়ের।
East Bengal : হুপার, আরিদাই নিশ্চিত নন ইস্টবেঙ্গলে! অস্ট্রেলিয়া এবং সাইপ্রাসের ফুটবলার পছন্দ কোচের
East Bengal to play practice match against diamond harbour FC. ডুরান্ড কাপের আগে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল
Bengal Cricket : বাংলা ক্রিকেট দলকে হিংস্র মানসিকতার করে তোলাই লক্ষ্য লক্ষ্মী, রমনের
Laxmi Ratan Shukla along with WB Raman ready to build strong mentality of Bengal Cricket. বাংলা ক্রিকেট দলকে হিংস্র মানসিকতার করে তোলাই লক্ষ্য লক্ষ্মী, রমনের
কমনওয়েলথ ফেন্সিংয়ে সোনা ভবানীর
Commonwealth Fencing Championship 2022-এ সোনা জিতলেন ভারতের ভবানী দেবী (Bhavani Devi)। ভবানী বিশ্বের ৪২ নম্বর ফেন্সার। সেখানে তিনি যাঁকে ফাইনালে ১৫-১০ হারালেন, সেই অস্ট্রেলিয়ার ভেরোনিকা ভ্যাসিলেভা এই টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ছিলেন। চার বছর আগেও এই মিটে সোনা জিতেছিলেন ভারতের অলিম্পিয়ান ভবানী। বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের সাফল্যের রেশ না কাটতে না কাটতেই কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের মাধ্যমে ফের সুখবর এল ভারতে।
একসময় ছিলেন কোহলির সতীর্থ, আজ জনপ্রিয় রাজনীতিবিদ! চেনেন নাকি?
কয়েকদিন আগেই বিহার বিধানসভা শতবর্ষ পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসময় হাঁটতে হাঁটতেই তেজস্বী যাদবকে একটি বিশেষ পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী (Prime Minister Narendra Modi)। পরামর্শ ছিল ওজন কমানোর। এরপর লালু প্রসাদ যাদবের ছোটো ছেলেকে বাড়ির মধ্যে কাঠের উইকেট বানিয়ে ক্রিকেট খেলতে দেখা যায়।
মোহনবাগান ক্লাবের খুদে সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী
মোহনবাগান ক্লাবের খুদে সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী
মার্কিন মুলুকে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি যুদ্ধ
মার্কিন মুলুকে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি যুদ্ধ
মুখ্যমন্ত্রীর ৫০ লাখ নিয়ে কী করব ভাবিনি: দেবাশিস
বুধবার ক্লাবে এসেই তাঁবু উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঞ্চে ছিলেন বাগান সচিব দেবাশীষ দত্ত সহ সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় সহ সভাপতি কুণাল ঘোষ, ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, রাজ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সমবায় মন্ত্রী অরূপ রায়, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচাৰ্য এবং মোহনবাগান রত্ন (২০১৭) সুব্রত ভট্টাচাৰ্য।
এশিয়া কাপে বসতে পারেন বিরাট? বড় সিদ্ধান্তের পথে দ্রাবিড়
IPL-এ দীনেশ কার্তিকের ফিনিশ করার ক্ষমতা দেখে তাঁকে ফিনিশার হিসেবে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কার্তিককে বাদ দিলে ফিনিশে হার্দিক একা থাকবেন। এই সমস্যাটা বাদ দিলেও দলে সুযোগ পেয়েছেন দীপক হুডা। তিনিও ফর্মে রয়েছেন। তাঁকেও মিডল অর্ডারে সুযোগ দিতে পারেন দ্রাবিড়। সেক্ষেত্রে হুডার অলরাউন্ড পারফরমেন্সের সুবিধা পাবে দল। অতিরিক্ত বোলার দলে থাকবেন।
Mohun Bagan : মুখ্যমন্ত্রীর হাত ধরে মোহনবাগানের নতুন তাঁবুর উদ্বোধন, দিলেন আরও ৫০ লাখ
Chief Minister Mamata Banerjee inaugurates new club tent of Mohun Bagan. মুখ্যমন্ত্রীর হাত ধরে মোহনবাগানের নতুন তাঁবুর উদ্বোধন, দিলেন আরও ৫০ লাখ
ভয় পেতে হবে না আফ্রিদিকে, ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে বিস্ফোরক প্রাক্তন তারকা
‘‘ শাহিন আফ্রিদি ফুলার বল করতে ও বল সুইং করতে দেখবেন। তাই তাঁদের এর জন্য প্রস্তুত থাকতে হবে।সূর্যকুমারের কাছ থেকে শিখতে হবে৷ ’’
দিনে ৫০ বার সেক্স! প্রাক্তনীকে মারধরের অভিযোগ রায়ান গিগসের বিরুদ্ধে
রায়ান গিগসের (Ryan Giggs) বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। সমস্ত কিছুই তাঁর প্রাক্তন বান্ধবী কেট গ্রেভিলের (Kate Greville)। বা বলা ভালো তাঁর প্রাক্তন বান্ধবীকে কেন্দ্র করে। যত সময় যাচ্ছে তত বেরিয়ে আসছে গিগসের একেরপর এক কেচ্ছা। কেট গ্রেভিল ম্যাঞ্চেস্টারের পুলিশকে জানায় গিগস তাঁকে ২০২০ সালের নভেম্বর মাসে হেডবাট দেন। অর্থাৎ মাথা দিয়ে ঠুঁসো দেন।
আমি বাঁচতে চাই, ডোনার না মেলায় অসহায় অনির্বাণ
অনির্বাণ বর্তমানে কঠিন একটি অসুখের সঙ্গে লড়াই করছেন। চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর দুটো কিডনিই নাকি বিকল হয়ে গিয়েছে। আগামী পাঁচ মাসের মধ্যে যদি একটি কিডনি প্রতিস্থাপন না করা যায়, তাহলে তাঁর প্রাণ সংশয়ও ঘটতে পারে। কিন্তু, কিডনি প্রতিস্থাপনের যা খরচ, সেই সামর্থ্য অনির্বাণের নেই। সেকারণেই তিনি বাংলার ফুটবল সমর্থকদের কাছে চেয়েছেন আর্থিক সাহায্য।
East Bengal : চোটের কবলে ইস্টবেঙ্গলের অনিকেত, পুরোদমে অনুশীলন শুরু বাগানের হামিলের
East Bengal footballer Aniket Jadhav injured as Brendan Hamill starts practice for ATK Mohun Bagan. চোটের কবলে ইস্টবেঙ্গলের অনিকেত, পুরোদমে অনুশীলন শুরু বাগানের হামিলের
বোর্ডের সঙ্গে সমস্যা, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ইঙ্গিত ট্রেন্ট বোল্টের
New Zealand ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি (New Zealand Cricket Contract) থেকে সরে গেলেন পেসার ট্রেন্ট বোল্ট (Trent Boult)। তাঁর এই সিদ্ধান্তে হতবাক হলেও তা মেনে নিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে বোল্টের (Trent Boult) এই সিদ্ধান্তের ফলে তিনি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ কম পাবেন। এই সিদ্ধান্তে তাঁর অবসরের জল্পনাও মাথাচাড়া দিয়ে উঠেছে।
Sudip Chatterjee : বঞ্চিত এবং অপমানিত! বাংলা ছেড়ে ঋদ্ধিমানের ত্রিপুরায় সই সুদীপের
Sudip Chatterjee to quit Bengal and join Tripura for domestic season. বঞ্চিত এবং অপমানিত! বাংলা ছেড়ে ঋদ্ধিমানের ত্রিপুরায় সই সুদীপের
ও মা কিছুক্ষণের জন্য যেন আকাশে উড়লেন, স্যাম বিলিংসের ক্যাচ এখন ভাইরাল ভিডিও
প্রোটিয়া ক্রিকেটাররা ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অনুশীলন ম্যাচের সময় দারুণ এক ক্যাচ নিলেন স্যাম বিলিংস৷