SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

33    C
... ...View News by News Source

মোহনবাগান ম্যাচ দিয়ে শুরু ডুরান্ড, কখন ও কোথায় দেখবেন লড়াই?

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে খেলতে নামছে মোহনবাগান। গত বারের চ্যাম্পিয়ন দিয়ে শুরু হচ্ছে এবারের লড়াই। প্রথম ম্য়াচে অপরিচিত ডাউনটাইন হিরোজ়কে নিয়ে অবশ্য সতর্ক সবুজ মেরুন। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে সোনি লিভ অ্যাপে ও সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

এ ই সময় 27 Jul 2024 11:50 am

কলকাতা কানেকশনেই শুরু শ্রীজেশদের অভিযান

আজ থেকে প্যারিস অলিম্পিক্সে শুরু ভারতের হকির অভিযান। আজ গ্রুপ লিগের প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। গ্রুপের প্রথম চারে থাকলেই মিলবে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র। ​​তবে শেষ আটে নয়, ভারতীয় টিমের স্বপ্নে তো সোনা।

এ ই সময় 27 Jul 2024 10:47 am

'প্রয়োজনে এক পা পিছিয়ে যাও', শ্রীলঙ্কা ম্যাচের আগে গম্ভীরকে বার্তা দ্রাবিড়ের

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে অভিযান শুরু করছেন গৌতম গম্ভীর। আর তাঁর প্রথম পরীক্ষার আগে রাহুল দ্রাবিড় টিপস দিলেন। প্রার্থনা করলেন গম্ভীর যেন পুরো ফিট টিম পান। পাশাপাশি কঠিন সময়ে কী ভাবে লড়তে হবে সেটাও বুঝিয়ে দেন দ্রাবিড়। পাল্টা রাহুল দ্রাবিড়কে ধন্যবাদ জানান গম্ভীর।

এ ই সময় 27 Jul 2024 10:42 am

পদকের লড়াইয়ে শুটাররা, শনিবার একাধিক ইভেন্টে নামছে ভারত

আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক্সের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর ঢাকে কাঠি পড়ার একদিন পরে একাধিক ইভেন্টের নামছে ভারত। শনিবারই শুটিংয়ে পদক আসতে পারে। দুপুরে রয়েছে পদকের লড়াই। এছাড়াও হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বক্সিংয়ে রয়েছে ভারতের ইভেন্ট।

এ ই সময় 27 Jul 2024 9:48 am

বাংলাদেশের পর দুরমুশ পাকিস্তান, এশিয়া কাপ ফাইনালে ভারত-শ্রীলঙ্কা

শুক্রবার মহিলাদের এশিয়া কাপ টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে দাপুটে জয়লাভ করল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই ম্যাচে পাকিস্তান ৩ উইকেটে হেরে গিয়েছে। সেইসঙ্গে তাদের এই টুর্নামেন্ট থেকেও বিদায় নিতে হয়েছে। এবার ফাইনাল ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল।

এ ই সময় 26 Jul 2024 10:49 pm

ফুটবল মঞ্চে বাংলার ব্যর্থতার দিকে তোপ ক্রীড়ামন্ত্রী অরূপের

১৩৩ তম ডুরান্ড কাপের শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান এসজি বনাম কাশ্মীরের ডাউনটাউন হিরোজ। এই ম্যাচ শুরুর একঘণ্টা আগে শুরু হয়ে যাবে জমকালো অনুষ্ঠান। জানা গিয়েছে কলকাতায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ​​এবারে ডুরান্ডের মোট পুরস্কার মূল্য এক কোটি টাকা। আর চ্যাম্পিয়ন টিম পাবে ৬০ লক্ষ টাকা। পাশাপাশি থাকছে রানার্স ৩০ লক্ষ।

এ ই সময় 26 Jul 2024 6:23 pm

পারতেন না হাঁটতে-কাঁপত হাত, পক্ষাঘাতকে হারিয়ে অলিম্পিক্সে সুখজিৎ

শনিবার, ২৬ জুলাই প্যারিস অলিম্পিক্সের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়ার হকি ব্রিগেড। কিউয়িদের হারাতে ইতিমধ্য়েই ঘুঁটি সাজাতে শুরু করেছেন শ্রীজেশ-মনপ্রীতদের হেড স্যার ক্রেগ ফুলটন। তবে সবার নজর রয়েছে সুখজিৎ সিংয়ের দিকে। পক্ষাঘাতকে হারিয়ে টিমে ফিরে বিশ্বকাপে গোল করেছিলেন তিনি। প্রথম ম্য়াচে কথা বলুক তাঁর স্টিক, চাইছেন হকি ভক্তরা।

এ ই সময় 26 Jul 2024 5:56 pm

উড়ল বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট দল

মহিলাদের এশিয়া কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে দাপুটে পারফরম্যান্স করল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে হরমনপ্রীত কৌর অ্যান্ড কোম্পানি ১০ উইকেটে জয়লাভ করেছে। এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৮০ রানে থমকে যায়। এই রান তাড়া করতে অবশ্য ভারতীয় ব্যাটারদের খুব একটা অসুবিধে হয়নি। এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছে গেল।

এ ই সময় 26 Jul 2024 4:26 pm

অনুশের ভরসা জার্মানির স্যর ক্যারামেলো

চলতি বছরে প্যারিস অলিম্পিক্সে ব্যক্তিগত পদক পাওয়ার লক্ষ্যে বালিগঞ্জের অনুশ আগরওয়াল। জার্মানি থেকে প্র্যাক্টিস সেরে ৬ জন কোচিং স্টাফকে নিয়ে বৃহস্পতিবার দুপুরেই প্যারিসে এসেছেন অনুশ। ছেলেকে সাহস দিতে কলকাতা থেকে প্যারিসে এসেছেন তাঁর মা প্রীতিও। তাঁর মা জানিয়েছেন, দেশের প্রথম ইকুয়েস্ট্রিয়ান হিসেবে ওর অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করাটাই আমার কাছে বড় পুরস্কার।

এ ই সময় 26 Jul 2024 12:48 pm

অলিম্পিক্সের উদ্বোধনীতে কোন সেলিব্রিটি করবেন পারফরম্যান্স? দেখুন তালিকা

হাতে আর একেবারে বেশি সময় নেই। আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ২০২৪ প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের জন্য গোটা বিশ্ব আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু, এই অনুষ্ঠানে কোন কোন সেলিব্রিটি অংশগ্রহণ করবেন? আসুন, তালিকাটা দেখে নেওয়া যাক।

এ ই সময় 26 Jul 2024 11:50 am

অভিষেকেই বাজিমাত, চেনেন ভারতের 'বীরপুরুষ' ধীরজ বোম্মাদেবরাকে?

শুক্রবার অর্থাৎ ২৬ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিক্স। কিন্তু, এই টুর্নামেন্ট শুরুর একদিন আগেই ভারতের অভিযান শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ভারতীয় তিরন্দাজরা লড়াইয়ে নেমেছিলেন। টিম ইভেন্টে পুরুষ এবং মহিলা দল ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। তবে পুরুষদের মধ্যে আলাদা করে নজর কেড়েছেন ধীরজ বোম্মাদেবরা। কে এই ধীরজ বোম্মাদেবরা? আসুন জেনে নেওয়া যাক।

এ ই সময় 26 Jul 2024 10:35 am

স্যেন নদীর পাড়ে হাঁটছে দুই প্যারিস

আজ প্যারিসের শহর জুড়ে যে অলিম্পিক্স উৎসবের আবহ। তা বোঝা যাচ্ছে ব্র্যান্ডিং দেখে। মেট্রো স্টেশনগুলোতে অলিম্পিকের রং লেগেছে দারুণ। পোস্টার লাগিয়ে ফেলা হয়েছে অনেক জায়গায়। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ পজিশনে, তা বন্ধ রাখা হয়েছে। মেট্রো, রাস্তার মোড়—অনেক জায়গাতেই চোখে পড়ছে গলায় অ্যাক্রেডিটেশন ঝুলিয়ে ঘুরে বেড়ানো লোকজন।

এ ই সময় 26 Jul 2024 9:59 am

কখন-কোথায় দেখবেন প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী? জেনে নিন এখনই

হাতে আর একেবারে বেশি সময় নেই। আর কয়েকঘণ্টার মধ্যেই শুরু হয়ে যাবে বৈশ্বিক খেলাধুলোর মহাযজ্ঞ। শুরু হয়ে যাবে ২০২৪ প্যারিস অলিম্পিক্স। এই টুর্নামেন্ট শুরুর আগে একটি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি যে বেশ জমকালো হতে চলেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কিন্তু, ভারতে ঠিক কখন থেকে আপনি এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন? আসুন, সেই ব্যাপারেই বিস্তারিত জেনে নেওয়া যাক।

এ ই সময় 26 Jul 2024 12:01 am

অর্জুনের লক্ষ্যভেদ, অলিম্পিক্সের প্রথম দিনই জয়জয়কার ভারতের

প্যারিস অলিম্পিক্সের প্রথম দিনই টিম ইন্ডিয়া ধামাকাদার পারফরম্যান্স করল। এই টুর্নামেন্টে বৃহস্পতিবার (২৫ জুলাই) ভারতীয় তিরন্দাজরা অংশগ্রহণ করেছিলেন। মহিলাদের পর এবার ভারতের পুরুষ তিরন্দাজরাও টিম ইভেন্টে কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। পুরুষদের টিম ইভেন্টে ভারত তৃতীয় স্থান অর্জন করেছে।

এ ই সময় 25 Jul 2024 8:39 pm

হিজাব পরার কারণে আসতে মানা, শুরুর আগেই বিতর্কে প্যারিস অলিম্পিক্স

হাতে আর একেবারে সময় নেই। রাত পোহালেই শুরু হয়ে যাবে ২০২৪ প্যারিস অলিম্পিক্সের আনুষ্ঠানিক উদ্বোধন। তবে এই খেলার এই মহাযজ্ঞ শুরু হওয়ার আগেই একাধিক বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। তার মধ্যে অন্যতম হল ফরাসি মহিলা দৌড়বিদ সুনকাম্বা সিলার হিজাব বিতর্ক। অভিযোগ হিজাব পরিধানের কারণে তাঁকে নাকি অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে বারন করা হয়েছে।

এ ই সময় 25 Jul 2024 6:21 pm

কলকাতায় জন্ম, অলিম্পিক্স অভিষেকেই বাজিমাত! তিরন্দাজ অঙ্কিতাকে চেনেন?

তিরন্দাজি দিয়ে প্যারিস অলিম্পিক্স শুরু করল ভারত। আর তিরন্দাজিতে ভারত শুরু করল সাফল্য দিয়ে। দলগত বিভাগে চতুর্থ স্থানে শেষ করল। তিনজনের মধ্যে নজর কেড়েছেন অঙ্কিতা ভকত। কলকাতায় জন্ম অঙ্কিতা জামশেদপুরে গিয়ে নিজের তিরন্দাজি কেরিয়ার শুরু করেন। তিরন্দাজিতে ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে তিনি ১১ তম স্থানে শেষ করেন।

এ ই সময় 25 Jul 2024 5:32 pm

মহিলা তিরন্দাজিতে অভাবনীয় সাফল্য, অলিম্পিক্সের কোয়ার্টারে টিম ইন্ডিয়া

প্যারিস অলিম্পিক্সের শুরুটা বেশ ভালোই করল ভারতের মহিলা তিরন্দাজরা। এই ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন দীপিকা কুমারী, ভজন কৌর এবং অঙ্কিতা ভকত। টিম ইন্ডিয়া শেষপর্যন্ত এই ইভেন্টে চতুর্থ স্থান অর্জন করেছে এবং সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করতে পেরেছে। এই সাফল্যে গোটা দেশে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

এ ই সময় 25 Jul 2024 4:26 pm

দেশের সেবায় অবিচল, পেশায় ভারতীয় সেনা! চেনেন এই অলিম্পিয়ানকে?

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভারতের অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) তিরন্দাজিতে ভারতের তিনজন খেলোয়াড় অংশগ্রহণ করতে চলেছেন। তাঁদের নাম - তরুণদীপ রাই, প্রবীণ যাদব এবং ধীরজ বোম্মাদেবরা। এই ত্রয়ীর মধ্যে একজন আবার ভারতীয় সেনাবাহিনীতেও কাজ করেন। এই ব্যাপারে না জানলে আপনাকে বাকিটুকু পড়তেই হবে।

এ ই সময় 25 Jul 2024 3:43 pm

প্রহসনের ম্যাচে পরাস্ত আর্জেন্তিনা, ইনস্টায় মুখ খুললেন লিওনেল মেসি

শুরুতেই ধাক্কা খেল ২০২৪ প্যারিস অলিম্পিক্সের ইমেজ। বুধবার (২৪ জুলাই) আর্জেন্তিনার বিরুদ্ধে খেলতে নেমেছিল মরক্কো। এই ম্যাচে প্রথমে দর্শকদের বিশৃঙ্খলার কারণে ম্যাচ প্রায় ২ ঘণ্টা বন্ধ রাখতে হয়। তারপর আর্জেন্তিনার একটি গোলও বাতিল করে দেওয়া হয়। আর সেকারণে কাতালান ব্রিগেডকে ২-১ গোলে হারতে হয়। বিষয়টা নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি।

এ ই সময় 25 Jul 2024 2:44 pm

ভারতের সামনে বাংলাদেশ, এশিয়া কাপ সেমিতে কবে নামবেন হরমনরা?

মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনাল শুরু হচ্ছে। চারটে দলের নাম চূড়ান্ত হয়েছে। এশিয়া কাপে ভারতের সামনে রয়েছে বাংলাদেশ। অপর ম্য়াচে শ্রীলঙ্কা নামবে পাকিস্তানের বিরুদ্ধে। এই দুটো ম্য়াচ খেলা হবে ২৬ জুলাই। প্রথমে রয়েছে ভারতের ম্যাচ আর দ্বিতীয়তে রয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচ।

এ ই সময় 25 Jul 2024 9:50 am

গোল বাতিলের ম্যাচে হার আর্জেন্তিনার, জয় দিয়ে অলিম্পিক্স শুরু স্পেনের

অলিম্পিক্সে হার দিয়ে নিজেদের অভিযান শুরু করল আর্জেন্তিনা। যেই স্বপ্নের দৌড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল আর্জেন্তিনা সেটা ভাঙল। মরক্কোর কাছে বিতর্কিত গোল বাতিল হওয়ায় হারতে হয়েছে আর্জেন্তিনাকে। অন্যদিকে স্পেন উজবেকিস্তানকে পরাস্ত করে তাদের অভিযান শুরু করেছে। সব মিলিয়ে মিশ্রভাবে শুরু হল অলিম্পিক্স।

এ ই সময় 25 Jul 2024 9:16 am

অপেক্ষা ৩৬ বছরের, অলিম্পিক্সের এই ইভেন্টে পদকের আশায় গোটা ভারত

রাত পোহালেই শুরু মহাযুদ্ধ। অলিম্পিক্স টুর্নামেন্টের তিরন্দাজি ইভেন্টে অংশগ্রহণ করতে নামছে ভারত। ১৯৮৮ সালে প্রথমবার অলিম্পিক্সের তিরন্দাজি ইভেন্টে অংশগ্রহণ করেছিল ভারত। তারপর থেকে কেটে গিয়েছে ৩৬ বছর। কিন্তু, ভারতের ঝুলিতে একটাও পদক আসেনি। এবার কি সেই অভাব পূরণ হতে চলেছে? তরুণদীপ রাই, দীপিকা কুমারীরা দেশের হয়ে প্রথমবার পদক জিততে পারবেন? সেটা অবশ্য সময়ই বলবে।

এ ই সময় 24 Jul 2024 9:05 pm

চোট পেয়ে দলের বাইরে তারকা পেসার, সিরিজ শুরুর আগেই বেকায়দায় লঙ্কা

হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ২৭ জুলাই থেকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। কিন্তু, সিরিজ শুরুর ঠিক আগেই শ্রীলঙ্কা ক্রিকেট দল একটা বড়সড় ধাক্কা খেয়েছে। চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন লঙ্কা ব্রিগেডের তারকা পেসার দুষ্মন্ত চামিরা।

এ ই সময় 24 Jul 2024 8:28 pm

রেলওয়েজ এফসিকে জোড়া গোল, কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল

ঘরের মাঠে রেলওয়েজের উপর রোড রোলার চালাল ইস্টবেঙ্গল। ২২ তারিখের বদলে ২৪ তারিখে ম্যাচটা হল আর এই ম্যাচে দুই গোলে জিতল লাল হলুদ। গোল দুটি দেন মোসারফ ও আদিল অমল। গ্রুপস্তরের একটি ম্যাচ বাদে প্রতিটাতেই জিতল লাল হলুদ। সুপার সিক্সে প্রবেশ করল তারা।

এ ই সময় 24 Jul 2024 5:40 pm

জ্য়াভলিন

জ্য়াভলিন

এ ই সময় 24 Jul 2024 5:10 pm

আক্রমণের পর এবার ডিফেন্সে নজর, যুব বিশ্বকাপারকে সই মোহনবাগানের

মরশুম শুরুর আগে এবার গোলকিপার সই করাল মোহনবাগান। বিশাল কাইথের সঙ্গে এবার জোড়া হল ধীরাজ সিংকে। অতীতেও তিনি খেলেছেন মোহনবাগান সুপার জায়ান্টে। সেই সময়ে তিনি বেশি গেম টাইম পাননি, এবার আবার পুরনো ক্লাবে ফিরলেন। এফসি গোয়া থেকে এক বছরের চুক্তি নেওয়া হয়েছে তাঁকে।

এ ই সময় 24 Jul 2024 4:38 pm

১৬টি খেলায় পদকের লড়াইয়ে নীরজরা, অলিম্পিক্সে কবে রয়েছে ভারতের ম্যাচ?

প্যারিস অলিম্পিক্সে ১৬ দিনের লড়াইয়ে মোট ১৬টি প্রতিযোগিতায় নামবে ভারত। গত অলিম্পিক্সের থেকে এবার বেশি পদকের লক্ষ্য রাখা হয়েছে। গতবার ৭টি পদক এসেছিল, এবার পদক সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের ম্যাচের দিকে তাকিয়ে সকলে। দেখে নিন কবে কবে নামবেন ভারতের অ্য়াথলিটরা।

এ ই সময় 24 Jul 2024 2:13 pm

ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠতেই বড় সিদ্ধান্ত সামির! 'গোপন কথা' ফাঁস বন্ধুর

কেরিয়ারে একাধিকবার কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন সামি। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সমস্য়ার সঙ্গে ছিল তাঁর পারিবারিক সমস্যা। তাঁর স্ত্রীর তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন ম্যাচ গড়াপেটার। সেই কঠিন সময়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন বলে জানান সামির বন্ধু। ১৯ তলা থেকে ঝাঁপ দিতে চেয়েছিলেন বলে জানান।

এ ই সময় 24 Jul 2024 11:58 am

প্লেয়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা, দ্রাবিড় স্টাইলেই ট্রেনিং শুরু গম্ভীরের

গৌতম গম্ভীরের নেতৃত্বে প্রথমবার প্রস্তুতিতে নামল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার মাটিতে খেলতে নামার আগে নেটে সময় কাটাল টিম। সেখানে প্রত্যেক প্লেয়ারের সঙ্গে আলাদা করে বসলেন। সঞ্জু স্যামসনকে ব্যাটিং শেখাতে দেখা যায় গম্ভীরকে। অভিষেক নায়ারের অধীনে বোলিং ও ব্যাটিং করেন হার্দিক।

এ ই সময় 24 Jul 2024 10:23 am

চাকরি হারালেন সূর্যকুমার যাদবের শৈশবের কোচ, পাশে ভারতের নতুন অধিনায়ক

২৪ বছর একটি সংস্থায় চাকরি করার পর কর্মহীন হলেন সূর্যকুমার যাদবের কোচ অশোক আসলকর। এখন তিনি একটি ইন্ডোর টার্ফে কোচিং করান। তবে চাকরি পেলেও আর্থিক দিক থেকে তিনি মোটেও ভালো জায়গায় নেই। তাঁর পাশে দাঁড়িয়েছেন সূর্যকুমার যাদব। দু'জনে একটি অ্যাকাডেমি খুলবেন বলে জানা গিয়েছে।

এ ই সময় 24 Jul 2024 8:36 am