SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

জনির সেঞ্চুরিতে অক্সিজেন, কলকাতার জেতা ম্যাচ ছিনিয়ে নিয়ে গেল পঞ্জাব

কীভাবে প্রত্যাবর্তন করতে হয়, সেটা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন জনি বেয়ারস্টো। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি ৪৫ বলে নিজের শতরান পূরণ করলেন। আর সেইসঙ্গে পঞ্জাব কিংসকেও এই ম্যাচে ৮ উইকেটে জেতাতে পূর্ণ সহযোগিতা করলেন। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ২৬২ রানের রেকর্ড টার্গেট তাড়া করে পঞ্জাব কিংস জয়লাভ করে।

এ ই সময় 26 Apr 2024 11:16 pm

আম্পায়ারের 'অজ্ঞতায়' রান নষ্ট কেকেআরের, ম্যাচের মাঝেই তর্কে গম্ভীর

পঞ্জাব কিংসের বিরুদ্ধে শুক্রবার (২৬ এপ্রিল) খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে ফের বিতর্কের কাঠগড়ায় উঠল আম্পায়ারিং। ফিল্ডারের হাতে বল থাকতেই ঘোষণা করা হল ওভার। ব্যাপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে।

এ ই সময় 26 Apr 2024 9:40 pm

কলকাতা মাতাতে হাজির কিং খান, সঙ্গী ছোট আব্রাম! উচ্ছ্বসিত নাইট সমর্থকরা

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচ। কলকাতার তাপমাত্রা এমনিতেই আপাতত গনগনে। তবে সেই উষ্ণতা আরও খানিকটা বাড়িয়ে দিতে শহর তিলোত্তমায় হাজির হলেন বলিউডের বাদশা শাহরুখ খান। সঙ্গে তাঁর ছোট ছেলে আব্রামও রয়েছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এ ই সময় 26 Apr 2024 7:25 pm

IPL-এর মাঝেই 'সুখবর', দ্বিতীয়বার বাবা হলেন পান্ডিয়া

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লড়াই ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। ইতিমধ্যেই পান্ডিয়া পরিবারের এল এক বিশেষ সুখবর। দ্বিতীয় পুত্রসন্তানের বাবা হলেন ক্রুনাল পান্ডিয়া। জানা গিয়েছে, গত ২১ এপ্রিল তিনি দ্বিতীয়বার বাবা হয়েছেন। নিজেই ইনস্টাগ্রামে সেই খবরটি সকলের সঙ্গে শেয়ার করেছেন।

এ ই সময় 26 Apr 2024 6:22 pm

ট্রফি না জিতলেও আয়ে ঘাটতি নেই, RCB-র কর্ণধার বিজয় মালিয়া না অন্য কেউ?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কর্ণধার ছিলেন বিজয় মালিয়া। লিকার ব্যারন বলে পরিচিত এই ব্যবসায়ী মাঠেও সক্রিয় ছিলেন। তবে ঋণ সংক্রান্ত বিতর্কে জড়িয়ে তিনি এখন দেশ থেকে পলাতক। তিনি কি কর্ণধার? এই প্রশ্নের জবাব মিলল, তিনি কর্ণধার নন এখন আর।

এ ই সময় 26 Apr 2024 6:21 pm

'যখন খুশি অবসর নিতে পারে...' রোহিত-বিরাটকে নিয়ে মন্তব্য যুবরাজের

হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী জুন মাস থেকে শুরু হতে চলেছে ২০২৪ টি-২০ বিশ্বকাপ। এই বিশ্বকাপে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। কিন্তু, বিশ্বকাপের পর কি ভারতীয় ক্রিকেটের এই দুই মহারথী টি-২০ ফরম্যাট থেকে অবসর গ্রহণ করবেন? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিস্তর জল্পনা।

এ ই সময় 26 Apr 2024 5:33 pm

এক রানে আউট

এক রানে আউট

এ ই সময় 26 Apr 2024 4:44 pm

টি-২০ বিশ্বকাপে ফিরছেন যুবরাজ, বড় দায়িত্বে ছয় ছক্কার নায়ক

বিশ্বকাপের নায়কদের তালিকায় বরাবরই উপরের দিকে থাকে যুবরাজ সিংয়ের নাম। এবার তিনি আসন্ন টি-২০ বিশ্বকাপের আরও বড় দায়িত্বে। বিশ্বকাপের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁকে নিয়োগ করা হল। ক্রিস গেইল ও উসেইন বোল্টের সঙ্গে তিনি ক্রিকেটের প্রচারে কাজ করবেন।

এ ই সময় 26 Apr 2024 4:20 pm

৪ বছরে সম্পত্তির পরিমাণ ৮০০ কোটি! চিনে নিন ধোনির 'শাশুড়ি' শীলা সিংকে

সংবাদমাধ্যম সূত্র অনুসারে, সাক্ষী রাওয়াত এবং মহেন্দ্র সিং ধোনি ২০০৭ সালে প্রথমবার একে অপরকে দেখেছিলেন। ধোনি সেইসময় কলকাতায় একটি ম্যাচ খেলতে আসেন। শহরের একটি পাঁচতারা হোটেলে ইন্টার্নের কাজ করতেন সাক্ষী। সেখান থেকেই ধোনির সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে। হসপিটালিটি ইন্ডাস্ট্রির পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির সঙ্গেই চেন্নাই অবস্থিত রাঁচি রেজ হকি ক্লাবের সহ-মালকিন তিনি।

এ ই সময় 26 Apr 2024 4:13 pm

মাত্র ২৫ বলে সেঞ্চুরি, IPL-এর মাঝেই ব্যাটিং তাণ্ডব আফগান কিশোরের! দেখুন ভিডিয়ো

সফি ফয়জল। এই নামটার সঙ্গে আপনারা অনেকেই হয়ত পরিচিত নন। কিন্তু, এই আফগান ক্রিকেটার ইতিমধ্যে ক্রিকেট দুনিয়ায় কার্যত তাণ্ডব চালাতে শুরু করেছেন। সম্প্রতি একটি টি-১০ টুর্নামেন্টে তিনি মাত্র ২৫ বলে শতরান করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। আগামী আইপিএল নিলামে ফয়জলকে দলে নেওয়ার জন্য কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করে কি না, সেটাই আপাতত দেখার।

এ ই সময় 26 Apr 2024 4:01 pm

কমতে পারে গরম, কেমন থাকবে কলকাতা-পঞ্জাব ম্যাচের আবহাওয়া?

দেশে গরমের মধ্যে আয়োজিত হচ্ছে IPL। আর IPL-এর আনন্দের মধ্যেই সমর্থকদের দাবি বৃষ্টি বা ঝড়ের। এই পরিস্থিতিতে ইডেনে আয়োজিত হচ্ছে KKR বনাম PBKS ম্যাচ। এই ম্য়াচের সময় আবহাওয়া কী থাকবে সেটাই এখন সমর্থকদের প্রশ্ন।

এ ই সময় 26 Apr 2024 2:55 pm

'দুষ্টু ছেলে'-র সুমতি হলেও ব্যাটে রান নেই! বিশ্বকাপে অনিশ্চিত শ্রেয়স?

শ্রেয়স আইয়ারকে নিয়ে এখন সবথেকে বেশি জল্পনা শুরু হয়েছে। তিনি আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলতে পারবেন কি না সেটা এখন অন্যতম বড় প্রশ্ন। তিনি বর্তমানে ফর্মে নেই। শুধু তাই নয়, তাঁর সঙ্গে BCCI-এর লড়াইয়ের ঘটনা আছে। যারজন্য BCCI তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেয়।

এ ই সময় 26 Apr 2024 1:11 pm

'বিশ্বকাপে আমিই দাবিদার', রেকর্ড গুণিয়ে BCCI-কে বার্তা শুভমানের

বিশ্বকাপে নিজেকে সুযোগ দেওয়া নিয়ে এবার কথা বললেন শুভমান গিল। তিনি জানান যে তাঁর যা রেকর্ড রয়েছে তাতে তিনি বিশ্বকাপে সুযোগ পেতে চান। তবে এখনই ভাবতে নারাজ, আপাতত তিনি নজর দিচ্ছেন IPL-এ। সুযোগের জন্য তিনি গত IPL-এ তাঁর রেকর্ডের কথা বলেন।

এ ই সময় 26 Apr 2024 12:03 pm

'ওকে অধিনায়ক করলেই ডুববে', হার্দিককে নিয়ে BCCI-কে ওয়ার্নিং গিলক্রিস্টের

এবার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন অস্ট্রেলিয়ার তারকা অ্যাডাম গিলক্রিস্ট। তিনি জানালেন মুম্বই ইন্ডিয়ান্সরে হয়ে যেই ব্যর্থতা দেখিয়েছেন হার্দিক, সেটা দেখার পর তাঁকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া উচিত নয়। হার্দিককে আরও তৈরি হওয়ার বার্তা দেন অ্যাডাম গিলক্রিস্ট।

এ ই সময় 26 Apr 2024 10:12 am

রান করায় মালগাড়ির গতি, বিশ্বকাপের আগে চিন্তার নাম বিরাট

স্ট্রাইক রেটে নিয়ে বাকিদের চিন্তায় ফেললেন বিরাট কোহলি। এদিন সানরাইজার্সের বিরুদ্ধে তিনি ১১৮-র স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করলেন। বিশ্বকাপের আগে তাঁর এই ফর্ম চিন্তায় রাখছে। এই স্ট্রাইক রেট তিনি ধরে রাখলে বিশ্বকাপে ভারতের জন্য় খুব একটা ভালো খবর আসবে না।

এ ই সময় 26 Apr 2024 9:24 am

শিখরহীন ইডেনে আজ নজরে সেই স্টার্ক

আজ শুক্রবার রাতে ইডেন গার্ডেনের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস। এই মাঠে আজ নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি। তবে আজ রাতে কার টানে মাঠ ভরাবে জনতা? আজকের ম্যাচে পাঞ্জাব যদি এদিন হেরে যায়, এখানেই শেষ হবে প্লে-অফের স্বপ্ন। আজ পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ানও খেলছেন না।

এ ই সময় 26 Apr 2024 8:58 am

কোন অঙ্কে প্লে-অফে যেতে পারবেন বিরাটরা?

বৃহস্পতিবার রয়্য়াল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে বেঙ্গালুরু ৩৫ রানে জয়লাভ করে। আর এই জয়ের পরই সমর্থকদের মনে যে প্রশ্নটা উঁকি দিতে শুরু করেছে, তা হল আদৌ বিরাট কোহলিরা শেষ চারে যেতে পারবেন কি না। উত্তর অবশ্যই, হ্যাঁ। তবে বেশ কিছু সমীকরণও রয়েছে। আসুন, সেগুলো নিয়ে আলোচনা করা যাক।

এ ই সময় 25 Apr 2024 11:56 pm

৬ ম্যাচ পর 'শাপমোচন', হায়দরাবাদকে উড়িয়ে জয় বেঙ্গালুরুর

অবশেষে জয়ের সরণীতে কামব্যাক করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা কাঙ্খিত জয় ছিনিয়ে আনে। এই ম্যাচে RCB শেষপর্যন্ত ৩৫ রানে জয়লাভ করেছে। চলতি মরশুমে বেঙ্গালুরু একেবারে ভালো পারফরম্যান্স করতে পারেনি। ইতিমধ্যে তাদের সামনে প্লে-অফের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এই জয় বিরাটদের কিছুটা হলেও স্বস্তি দেবে।

এ ই সময় 25 Apr 2024 11:14 pm

IPL-এর মাঝেই বড় রদবদল দিল্লি ক্যাপিটালসে, স্বস্তির ছাপ সৌরভের মুখে

চলতি আইপিএল টুর্নামেন্টে বুধবারই জয়ের সরণীতে ফিরে এসেছে দিল্লি ক্যাপিটাল। সেই আনন্দকেই কার্যত দ্বিগুণ করে দিল আরও একটি সুসংবাদ। অবশেষে মিচেল মার্শের বদলি পেয়ে গেলেন সৌরভ-পন্টিংরা। হ্যামস্ট্রিং চোটের কারণে মার্শ এই মরশুমে দিল্লির হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। কিন্তু, তাঁর অনুপস্থিতি দলে একটা অভাব তৈরি করেছিল।

এ ই সময় 25 Apr 2024 10:31 pm

নিজামদের বিরুদ্ধে দুরন্ত হাফসেঞ্চুরি, ইতিহাসের পাতায় নাম কিং কোহলির

বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে RCB প্রথমে ব্যাট করতে নামে। বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি। সেইসঙ্গে এই টুর্নামেন্টে অনন্য একটি রেকর্ড কায়েম করলেন তিনি। ১০ আইপিএল মরশুমে কিং কোহলি ৪০০-র বেশি রান করে ফেললেন।

এ ই সময় 25 Apr 2024 9:22 pm

'রোহিতকে অধিনায়ক করলে ভুগবে ভারত...', দাবি প্রাক্তন KKR ডিরেক্টরের

হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী জুন মাস থেকে শুরু হয়ে যাবে ২০২৪ টি-২০ বিশ্বকাপ। তবে এই টুর্নামেন্ট শুরুর আগে বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন ডিরেক্টর জয় ভট্টাচার্য। তিনি জানিয়ে দেন, রোহিতকে আসন্ন বিশ্বকাপে অধিনায়ক করলে ভুগবে ভারতীয় ক্রিকেট দল। তাঁর বদলে জসপ্রীত বুমরাহকে অধিনায়ক করার পরামর্শ দেন তিনি।

এ ই সময় 25 Apr 2024 8:53 pm

টস জিতল বেঙ্গালুরু, ব্যাটিংয়ের সিদ্ধান্ত ডু প্লেসির

SRH vs RCB Live Score IPL : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পিঠ ইতিমধ্যেই দেওয়ালে ঠেকে গিয়েছে। বাকী ম্যাচে জয়লাভ করলেও প্লে-অফে তারা উঠতে পারবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে। ম্যাচটি রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

এ ই সময় 25 Apr 2024 7:03 pm

সবুরে মেওয়া ফলে, বিরাটের থেকে ব্যাট 'উপহার' নিয়েই ছাড়লেন রিঙ্কু! দেখুন ভিডিয়ো

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল রিঙ্কু সিংয়ের। বিরাট কোহলির থেকে অনেক অপেক্ষার পর ব্যাট উপহার পেলেন তিনি। নিজে সেই ব্যাট সমর্থকদের কাছে তুলে ধরেন। KKR বনাম RCB ম্যাচের আগে রিঙ্কু বিরাটের কাছে ব্যাট চান, বিরাট জানান তিনি দেবেন না। এরপর অবশ্য বিরাট ব্য়াট দেন।

এ ই সময় 25 Apr 2024 6:43 pm

IPL চলাকালীন কংগ্রেসের হয়ে প্রচার করছেন মহেন্দ্র সিং ধোনি? জানুন সত্যিটা

মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা যে আমাদের দেশে কতখানি, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। তাঁর নেতৃত্বেই টিম ইন্ডিয়া তিনবার আইসিসি খেতাব জয় করেছে। সম্প্রতি লোকসভা নির্বাচন চলাকালীন ধোনির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। কী রয়েছে ওই ছবিতে? আসুন সেটাই জেনে নেওয়া যাক।

এ ই সময় 25 Apr 2024 6:16 pm

'ধোনির সময় হলেই...', এখনও মাহির ফোনের আশায় বসে CSK-র ১০৩ বছর বয়সী সুপারফ্যান

চেন্নাই সুপার কিংসের সমর্থকদের শেষ নেই। দেশ ছাড়িয়ে বিশ্বেও রয়েছেন CSK-র সমর্থকরা। তাঁরা প্রতিটা মুহূর্তে দলকে সমর্থন করেন। যেমন তরুণ প্রজন্মের সমর্থকরা রয়েছেন, তেমনই রয়েছেন প্রবীণ সমর্থকরা। যেমন একজন এস রামদাস, ১০৩ বছর বয়সি এই সমর্থকের একটাই স্বপ্ন ধোনির সঙ্গে দেখা করা।

এ ই সময় 25 Apr 2024 6:11 pm

চোটে কাহিল, জল্পনা তুঙ্গে! স্টার্কের 'অনুপস্থিতি' প্রভাব ফেলবে KKR ব্রিগেডে?

শুক্রবার আরও একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের খেলতে হবে। কিন্তু, এই গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা ব্রিগেডের তারকা পেসার মিচেল স্টার্ক খেলতে পারবেন কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেই আঙুলে চোট পেয়েছিলেন স্টার্ক।

এ ই সময় 25 Apr 2024 5:28 pm

আবাসকে ভাবাচ্ছেন অফ ফর্মের কাউকো

সেমিফাইনালের গণ্ডি টপকে এবারে আইএসএলের ফাইনালে যাওয়ায় যথেষ্ট আত্মবিশ্বাসী মোহনবাগান সুপারজায়ান্ট। বুধবার শহরে ফিরেছে আন্তনিও আবাসের টিম। দ্বিতীয় লেগের ম্যাচ রয় কৃষ্ণাদের বিরুদ্ধে রবিবার যুবভারতীতে। এবারের এই ম্যাচটা শুভাশিস বসুদের জিততেই হবে। তবে মোহনবাগানের ​​বাগানের কোচ আবাস তাঁর টিম ঘরের মাঠে অন্য রকম ফুটবল খেলে ফাইনালে উঠবে বলে।

এ ই সময় 25 Apr 2024 5:24 pm

​২০২৪ আইপিএল

​২০২৪ আইপিএল

এ ই সময় 25 Apr 2024 4:45 pm

পাওয়ার কাপল

পাওয়ার কাপল

এ ই সময় 25 Apr 2024 4:20 pm

শেষ মুহূর্তে বড় চমক, বিশ্বকাপের জন্য পাঁচ তরুণ পেসারকে দলে নিচ্ছে BCCI!

এবার মহম্মদ সামি বিশ্বকাপে খেলবেন না চোটের জন্য। বাকি যাদের উপর BCCI ভরসা করছে তাঁরা কেউ সেভাবে ফর্মে নেই। এটা ভাবাচ্ছে নির্বাচকদের। এই পরিস্থিতিতে IPL খেলা তরুণ আনক্যাপড প্লেয়ারদের উপর ভরসা করতে পারে বোর্ড। এক্ষেত্রে পাঁচজন প্লেয়ারকে বাছা হয়েছে বলে খবর।

এ ই সময় 25 Apr 2024 4:00 pm

IPL থেকে অনেককিছু শিখতে পারছি, বাংলাদেশ বোর্ড কর্তাদের মুখে ঝামা মুস্তাফিজুরের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এবার নাম না করে তোপ দাগলেন মুস্তাফিজুর রহমান। তিনি জানালেন তিনি CSK থেকে অনেক কিছু শিখছেন। ছোটো ছোটো জিনিস তাঁকে আরও উন্নত করে তুলছে। তিনি IPL-কে অন্যতম বড় লিগ বলে আখ্যা দেন। এখানে সাফল্য পেলেই বড় মঞ্চে সাফল্য পাওয়া যাবে বলে মনে করেন তিনি।

এ ই সময় 25 Apr 2024 3:37 pm

ধেয়ে গিয়েছিলেন আম্পায়ারের দিকে! বিরাটের সমালোচনা 'জ্ঞানপাপী' সেওয়াগের

আম্পায়ারের দিকে তেড়ে যাওয়ায় বিরাট কোহলির চূড়ান্ত নিন্দা করলেন বীরেন্দ্র সেওয়াগ। তিনি সাক্ষাৎকারে সরাসরি জানালেন বিরাটের উচিত ছিল আম্পায়ারের কথা শুনে চুপচাপ বেরিয়ে যাওয়া। বিরাট তর্ক করায় তিনি আম্পায়ারকে সম্মান করেননি বলে আঙুল তোলেন সেওয়াগ।

এ ই সময় 25 Apr 2024 2:12 pm

SRH ম্যাচ হারলেও প্লে অফে বিরাটরা? কোন অঙ্কে ঝুলে RCB-র IPL ভাগ্য

বিরাটদের সামনে এবার প্যাট কামিন্সরা। অন্যতম শক্তিশালী দলের সামনে নামবে বিরাটরা। চ্যালেঞ্জ সবথেকে বেশি। তবে লিগ তালিকায় শেষে থাকলেও RCB-র সামনে রয়েছে সুযোগ প্লে অফের। এক্ষেত্রে অনেক কঠিন অঙ্ক করতে হবে। জানুন কোন অঙ্কে RCB-র সামনে সুযোগ রয়েছে।

এ ই সময় 25 Apr 2024 12:05 pm

পন্থের হেলিকপ্টার শটে লাফিয়ে উঠলেন 'নেপথ্য নায়ক' সৌরভ, দেখুন ভিডিয়ো

ঋষভ পন্থ চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন। তিনি ম্যাচের সেরা হয়েছেন ও দলকে জিতিয়েছেন। ডেথ ওভারে তাঁর ইনিংস না থাকলে দিল্লির পক্ষে জেতা কঠিন ছিল। এবার দেখা গেল পন্থের ইনিংসে সবথেকে বেশি আনন্দিত সৌরভ গঙ্গোপাধ্যায়। পন্থ হেলিকপ্টার শট নিতেই তাঁকে লাফিয়ে উঠতে দেখা যায়।

এ ই সময় 25 Apr 2024 11:09 am

ফাঁকা মাঠে আছাড় খেয়ে তিন প্লেয়ারের চোট! আর্মি ট্রেনিং নিয়ে বিপাকে পাকিস্তান

টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটের সমস্যা বাড়ছে। প্লেয়ারদের শক্তি বাড়াতে আর্মি ট্রেনিং দিলেও তাতে প্লেয়ারদের লাভ হল না। বরং তিনজন প্লেয়ার চোট পেয়ে ছিটকে গেলেন সিরিজ থেকে। বিশ্বকাপ নিয়েও রয়েছে সংশয়। পাকিস্তান দল এখন নিজেদের পরিকল্পনা নিয়েই হাত কামড়াচ্ছে।

এ ই সময় 25 Apr 2024 10:03 am

'গরীব দেশ...', বাংলাদেশ-পাকিস্তানের লিগে বিরাটদের না খেলা নিয়ে সপাট জবাব প্রাক্তন তারকার

বিদেশি লিগে ভারতীয় প্লেয়ারদের খেলানোর দাবি দীর্ঘদিনের। প্লেয়ারদের না খেলার কারণ সরাসরি জানিয়ে দিলেন সেওয়াগ। জানালেন গরীব দেশ তাঁদের বেতন দিতে পারবে না। তিনি নিজে প্রস্তাব পেয়েও খেলতে যাননি বেতনের জন্য। বিগ ব্যাশ লিগে তিনি যা টাকার প্রস্তাব পেয়েছিলেন সেটা তিনি ছুটিতে ওড়ান বলে জানান।

এ ই সময় 25 Apr 2024 8:59 am

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগেই ব্যাটিং দৈন্যতা, আদৌ চাপে ফেলবে শুভমানকে?

টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে আদৌ সুযোগ পাবেন শুভমান গিল? তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। টিম ইন্ডিয়ায় তাঁর ওপেনিং স্লট প্রতিদ্বন্দ্বী যশস্বী জয়সওয়াল সম্প্রতি শতরান করেছেন। এই সেঞ্চুরিই শুভমানের জন্য চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে।

এ ই সময় 25 Apr 2024 7:50 am

চনমনে কেকেআরে কাঁটা শুধুই স্টার্ক, বলে হাতই দিলেন না ২৫ কোটির তারকা

কাল শুক্রবার, ইডেনে প্রীতি জিন্টার টিম পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্স। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কাল জিততেই হবে পাঞ্জাবকে। অন্যদিকে, এই ম্য়াচে জিতে প্লে অফের রাস্তা প্রায় নিশ্চিত করতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। 'বীর-জারা' জুটি এখন আবেগ সরিয়ে চরম বাস্তবের মাটিতে।

এ ই সময় 25 Apr 2024 7:48 am

অক্ষত দিল্লির মসনদ, অক্ষর-ঋষভের ব্যাটিংয়ে মুখে হাসি সৌরভের

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয়লাভ করল দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচটি দিল্লির হোম গ্রাউন্ড অর্থাৎ অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। একের পর এক ম্যাচ হারতে হারতে দিল্লি যখন ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছিল, ঠিক সেইসময় এই জয় দিল্লিকে অনেকটাই অক্সিজেন দেবে বলে মনে করা হচ্ছে।

এ ই সময় 24 Apr 2024 11:15 pm

টি-২০ বিশ্বকাপে জাদেজার 'পাত্তা গুল'? বদলে গেল যাবতীয় অঙ্ক

চলতি আইপিএল টুর্নামেন্ট যত সামনের দিকে এগোচ্ছে, আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে জায়গা পাওয়ার লড়াই ততই যেন কঠিন হয়ে যাচ্ছে। আগামী ১ জুন থেকে ২০২৪ টি-২০ বিশ্বকাপ শুরু হবে। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা ইতিমধ্যেই আইপিএল টুর্নামেন্টে পারফরম্যান্সের উপর কড়া নজর রাখতে শুরু করেছে।

এ ই সময় 24 Apr 2024 10:37 pm

অবিচারের শিকার পৃথ্বী? ফের কাঠগড়ায় IPL-এর 'বিতর্কিত' আম্পায়ারিং

ফের বিতর্কের মুখে পড়ল চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আম্পায়ারিং। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছে গুজরাট টাইটান্স। এই ম্যাচে দিল্লির ওপেনার পৃথ্বী শ মাত্র ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, তাঁর ক্যাচ আউট নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেউ কেউ মনে করছেন, বলটা তালুবন্দি করার আগেই মাটিতে ঠেকে গিয়েছিল।

এ ই সময় 24 Apr 2024 9:30 pm

ঠাঁই হল না ঈশান-শুভমানের, বিশ্বকাপের প্রথম একাদশ বাছলেন সেহওয়াগ

হাতে আর একদম বেশি সময় বাকি নেই। বড় জোর একমাসের কিছুটা বেশি সময়। তারপরই শুরু হতে চলেছে ২০২৪ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্ট নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে উত্তেজনার পরদ ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। পাশাপাশি দেশের প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের পছন্জদমতো ভারতীয় ক্রিকেটের প্রথম একাদশও বেছে নিচ্ছেন।

এ ই সময় 24 Apr 2024 8:46 pm

লাল-হলুদ জার্সিতে হারিয়েছিলেন মোহনবাগানকে, 'অধিনায়ক' সচিনকে কুর্নিশ ইস্টবেঙ্গলের

বুধবার অর্থাৎ ২৪ এপ্রিল সচিন তেন্ডুলকর ৫১ বছর বয়সে পা দিয়েছেন। গোটা দেশজুড়ে তাঁকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। এই তালিকায় নাম লিখিয়েছে বাংলার শতাব্দীপ্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেডের সঙ্গে সচিনের একটা আলাদা সম্পর্ক রয়েছে। এই জার্সি গায়ে ক্রিকেট খেলেছিলেন মাস্টার-ব্লাস্টার।

এ ই সময় 24 Apr 2024 7:48 pm

টসে জিতল গুজরাট, প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শুভমানের

DC vs GT Live Score IPL : বুধবার অর্থাৎ ২৪ এপ্রিল আইপিএল টুর্নামেন্টের ৪০ তম ম্যাচ আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস খেলতে নামছে। ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। দুটো দলের মধ্যেই যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে, তা বলা বাহুল্য।

এ ই সময় 24 Apr 2024 6:57 pm

পারফরম্যান্সে লবডঙ্কা, শাহরুখের কাছে স্যালারি বাড়ানোর আর্জি শ্রেয়সের

চলতি আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্স যথেষ্ট ভালো পারফরম্যান্স করলেও, অধিনায়ক শ্রেয়স আইয়ারের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যাট হাতে এখনও পর্যন্ত শ্রেয়স কিন্তু একেবারে নজর কাড়তে পারেননি। ইতিমধ্যে বুধবার একটি ভিডিয়ো সোশ্যল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিয়োয় শ্রেয়স মজার ছলে কেকেআর ম্যানেজমেন্টের কাছে স্যালারি বাড়ানোর আবদার করেছেন।

এ ই সময় 24 Apr 2024 4:00 pm

ক্রিকেটের ঈশ্বর

ক্রিকেটের ঈশ্বর

এ ই সময় 24 Apr 2024 3:52 pm

গুকেশ একেবারে ধোনির মতোই 'কুল'

দোম্মারাজু গুকেশ অন্যদের চেয়ে আলাদা। গত তিন-চার বছরের মধ্যে তিনি উঠে এসেছে দারুণ গতিতে। তার মধ্যে চারটে ব্যাপার স্পষ্ট ভাবে দেখতে পাই। তাঁর মধ্যে রয়েছে প্রচণ্ড আত্মবিশ্বাসী, সুপার কুল, সব সময়ে ফোকাস ধরে রাখা, যে কোন পরিস্থিতিতে বিচলিত না হওয়া। তাঁর এ সমস্ত গুণগুলো দেখা গিয়েছে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে।

এ ই সময় 24 Apr 2024 3:26 pm

'কিছুই বোঝে না...', নারিনকে নিয়ে মন্তব্য KKR ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের

কথায় বলে, পুরনো চাল ভাতে বাড়ে। চলতি আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স দলের তারকা অলরাউন্ডার সুনীল নারিনের পারফরম্যান্স দেখে সেকথা বলা যেতেই পারে। এবারের টুর্নামেন্টে সুনীলই যে শ্রেয়সের দলের 'ব্ল্যাক হর্স', সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি, বল হাতেও তিনি কামাল দেখাচ্ছেন।

এ ই সময় 24 Apr 2024 3:00 pm

হার্দিক না শিবম, কাকে জায়গা দেওয়া উচিত বিশ্বকাপ স্কোয়াডে? জল্পনা তুঙ্গে

চলতি আইপিএল টুর্নামেন্টে ভারতের তরুণ ক্রিকেটার শিবম দুবে চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলছেন। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরশুমে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স করছেন। আর সেই কারণে ভারতীয় ক্রিকেট দলের একাংশ দাবি তুলতে শুরু করেছে, হার্দিক পান্ডিয়ার পরিবর্তে শিবমকেই যেন ভারতীয় ক্রিকেট স্কোয়াডে সুযোগ দেওয়া হয়। মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া একেবারেই নজরকাড়া পারফরম্যান্স করতে পারছেন না।

এ ই সময় 24 Apr 2024 1:49 pm

চিয়ার লিডারের সঙ্গে চুটিয়ে প্রেম, কাঠখড় পুড়িয়ে অবশেষে বিয়ে! কুইন্টন ডি ককের প্রেমকাহিনি জানুন

২০২৪ আইপিএল টুর্নামেন্টে কুইন্টন ডি কক লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে নেমেছেন। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওপেন করতে নামলেও মাত্র শূন্য রানে আউট হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। তবে ২২ গজে তিনি ব্যাট হাতে যতটা বিধ্বংসী মেজাজে থাকেন, ভালোবাসার উইকেটে ততটাই ব্যাকফুটে থাকতে ভালোবাসেন।

এ ই সময় 24 Apr 2024 1:29 pm

টানা হারে নাজেহাল সৌরভরা, গুজরাটের বিরুদ্ধে বদলাতে পারে দিল্লির প্রথম একাদশ

বুধবার (২৪ এপ্রিল) আইপিএল টুর্নামেন্টে আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাট টাইটান্স। চলতি আইপিএল মরশুমে দিল্লি ক্যাপিটালস একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি। সেকারণে তারা পয়েন্টস টেবিলে অনেকটাই নীচের দিকে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হতে পারে।

এ ই সময় 24 Apr 2024 12:16 pm

​মাস্টার ব্লাস্টার

​মাস্টার ব্লাস্টার

এ ই সময় 24 Apr 2024 12:00 pm

জয়সওয়াল নিশ্চিত, চাপে চাহাল! টি-২০ বিশ্বকাপ স্কোয়াড নিয়ে জল্পনা তুঙ্গে

আইপিএলে স্পিনারদের মধ্যে এগিয়ে রয়েছেন বুমরার। যুজবেন্দ্র চাহলের নামের পাশেও ৮ ম্যাচে ১৩ উইকেট। এবারে বিশ্বকাপগামী বিমানে টিম ইন্ডিয়ার হয়ে উঠবেন যুজবেন্দ্র চাহল? তা নিশ্চয়তা নেই। বিশ্বকাপে কুলদীপ-চাহল বা কুল-চা জুটি দেখা যাবে? এই প্রশ্নই ঘুরছে অবশ্য ক্রিকেটমহলে।

এ ই সময় 24 Apr 2024 11:31 am

শেষ ওভারে জঘন্য বোলিং! ঝাঁঝ উবে গিয়ে ফিজ যেন বাসি পেপসি কোলা

চলতি IPL-এ ভালো বোলিং করলেও লখনউয়ের সামনে অন্যতম খাজা বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। ৩.৩ ওভার বল করে ৫১ রান দিয়ে বসলেন। এই রান দিয়ে কোনও দলের পক্ষেই জেতা সম্ভব নয়। সেটাই হয়েছে। মুড়ি মুড়কির মতো রান দিয়েছেন তিনি। ফলে পরপর দুটো ম্যাচে হারতে হয়েছে চেন্নাইকে।

এ ই সময় 24 Apr 2024 12:06 am

ভাঙল চিপক দুর্গ, স্টোইনসের সেঞ্চুরিতে CSK-কে উড়িয়ে জোড়া জয় LSG-র

রুতুরাজ গায়কোয়াড় সেঞ্চুরি করে একাধিক রেকর্ড করেছিলেন, কিন্তু তাঁর সেই সেঞ্চুরি গুরুত্ব পেল না। রান তাড়া করতে নেমে মার্কোস স্টোইনস ঝকঝকে ১২৪ রানের ইনিংস খেলে শেষ করলেন লড়াই। মাত্র চার উইকেট হারিয়ে জিতে গেল লখনউ। পরপর দুটো ম্যাচে CSK-কে হারাল তারা।

এ ই সময় 23 Apr 2024 11:44 pm

পারেননি ধোনি-বিরাট-রোহিত, লখনউ ম্যাচে ইতিহাস রুতুরাজের

চেন্নাই সুপার কিংসে ধোনির জুতোয় পা গলানো সহজ নয়। সেটাকে এবার সহজ করে তুললেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি LSG-র বিরুদ্ধে খেলতে নেমে সেঞ্চুরি করলেন। প্রথম CSK ব্যাটার হিসেবে তিনি স়েঞ্চুরি করে রেকর্ড তৈরি করলেন। ধোনি, রায়নারা যেটা পারেননি, সেটা করলেন তিনি।

এ ই সময় 23 Apr 2024 11:03 pm

সাদিকুর লাল কার্ড, ওডিশার কাছে হেরে সেমিফাইনালের যাত্রা শুরু মোহনবাগানের

ISL-এ কঠিন পরিস্থিতিতে মোহনবাগান সুপার জায়ান্ট। ISL-এর প্রথম পর্বে খেলতে নেমে হারের মুখ দেখল তারা। কলিঙ্গ স্টেডিয়ামে খেলতে গিয়ে ২-১ গোলে পরাস্ত হল তারা। এরসঙ্গে উপরি পাওনা প্লেয়ারের লাল কার্ড। আর্মান্দো সাদিকু লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এ ই সময় 23 Apr 2024 10:24 pm

বিরাটকে ধরে রাখতেই চাহালকে বাদ? অবশেষে কারণ ফাঁস RCB-র

ক্রিকেট বিশ্বকে একাধিকবার চমকে দিয়েছে RCB। তাদের এই চমকের তালিকায় সবার শেষ নাম যুজবেন্দ্র চাহালের। দলের অন্যতম ভরসার প্লেয়ারকে ছেড়ে দিয়ে এখন হাত কামড়াচ্ছে RCB। কারণ হিসেবে জানানো হল, তাদের হিসেবের ভুল ছিল চাহালকে নিয়ে।

এ ই সময় 23 Apr 2024 8:43 pm

বদল নয়, বদলা! ঘরের মাঠে লখনউকে হারিয়ে কামব্যাক পাখির চোখ CSK-র

Chennai vs Lucknow LIVE: একই দলের বিরুদ্ধে পরপর দুটো ম্যাচ চলতি IPL-এ একবারই হচ্ছে। লখনউয়ের ঘরের মাঠে LSG বনাম CSK ম্যাচের পর এবার চেন্নাইয়ের মাটিতে মুখোমুখি হচ্ছে CSK ও LSG। ম্যাচের প্রতিটা আপডেটের জন্য় নজর রাখুন-

এ ই সময় 23 Apr 2024 5:35 pm

বিশ্বকাপে রোহিতের সঙ্গে শুরুতে যশস্বীকে চান ফিঞ্চ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কি অস্ট্রেলিয়ার নেতৃত্ব তুলে দেওয়া উচিত প্যাট কামিন্সের হাতেই? অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে জানান, আরও একটু সময় নিয়ে দেখা দরকার। স্টার স্পোর্টস প্রেস রুম শো-তে প্রাক্তন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানান, বিশ্বকাপে ক্যাপ্টেন্সি কে করবে, তা নির্ভর করছে মিচেল মার্শের ফিটনেসের উপরে।

এ ই সময় 23 Apr 2024 4:22 pm

কী ভাবে আসবে বিশ্বকাপে সাফল্য? রাহুলকে বিশেষ টিপস সৌরভের

বিশ্বকাপের জন্য দল কেমন হবে সেই আলোচনায় প্রবেশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি কেএল রাহুলের উপর বাজি ধরছেন। এইজন্য তিনি জানান ভয়ডরহীন ক্রিকেট খেললেই তাঁর আসবে সাফল্য। গত বিশ্বকাপেও তিনি কেএল রাহুলকে এই পরামর্শ দেন বলে জানান। এটা ধরে রাখারও পরামর্শ দেন মহারাজ।

এ ই সময় 23 Apr 2024 2:36 pm

'আমার কাছে দরজা বন্ধ', টি-২০ বিশ্বকাপ নিয়ে বার্তা KKR তারকার

ঘরের মাঠে বিশ্বকাপে দেখা যাবে না সুনীল নারিনকে। একটি বিবৃতি দিয়ে এই কথা পরিষ্কার জানিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার। তিনি ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, সেই সিদ্ধান্ত আর বদলাবেন না বলে জানান। তবে দলের বাকিদের জন্য শুভেচ্ছা জানান তিনি।

এ ই সময় 23 Apr 2024 1:07 pm

'সবাই নিজের ভুল স্বীকার করুক', লজ্জাজনক হার নিয়ে টিমের কোর্টে বল পান্ডিয়ার

চলতি IPL-এ তলানির দিকে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের একএকটা হার বড় ব্য়বধানে হয়। এবার যেমন রাজস্থান রয়্যালসের কাছে তারা হেরে গেল ৯ উইকেটে। এই ম্যাচ হারের পর হার্দিক পান্ডিয়া প্লেয়ারদের পরামর্শ দিলেন নিজেদের ভুল স্বীকার করতে। ভুল স্বীকার করার পর খেলতে নামার পরামর্শ দেন।

এ ই সময় 23 Apr 2024 11:57 am