Sprouts: স্প্রাউটস যত লম্বা, উপকার তত বেশি? মিথ না সত্যি, আসল তথ্য জানাচ্ছেন বিশেষজ্ঞরা
দানা শস্য বা ডাল অঙ্কুরিত হয়ে গেলে তাতে প্রোটিন এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেড়ে যায়। তবে স্প্রাউটস নিয়ে অনেকের মনে একটি ভুল ধারনা রয়েছে। কী সেই ধারনা? অঙ্কুর যত লম্বা হবে, তার পুষ্টিগুণ তত বেশি হবে। সত্যিই কি তাই, নাকি পুরোটাই ভ্রান্ত ধারনা?
Entertainment Latest Live News Update বউদির সাধ মিটতেই বাগদান সারলেন জনপ্রিয় টলিউড অভিনেতা
Entertainment Latest Live News Update Allu Sirish-Nayanika Reddy Love Story: তারকা পরিবারে এখন খুশির মরশুম। প্রেমিকার সঙ্গে বাদগান সারলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ভাই আল্লু সিরিশ। দীর্ঘদিনের প্রেমিকা নায়নিকা রেড্ডির সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে। প্রেমিকযুগল ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে জীবনের নতুন জার্নি শুরুর সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে হয়েছে আংটি বদলের অনুষ্ঠান।
Siliguri |বাদরদিনে একপ্লেট খিচুড়িতে তোমাকে চাই
পারমিতা রায়, শিলিগুড়ি: সেই রাত থেকে শুরু হয়েছে। একটানা বৃষ্টি পড়েই চলেছে। ঘুমটা বেশ পাকাপোক্ত হওয়ায় ভাঙতে বেলা গড়িয়ে গেল। বাইরে বের হওয়া ঝক্কি। তার থেকেও বড় ঝামেলা জলকাদা মেখে বাজার করা। কিন্তু মনটা খিচুড়ি খিচুিড় গাইছে। সঙ্গে যদি একপিস মাছভাজা আর পাঁপড় জুটত, তবে তো জমে ক্ষীর! ব্যালকনিতে দাঁড়িয়ে সদ্য ঘুম ভাঙা ঢুলুঢুলু চোখে […] The post Siliguri | বাদরদিনে একপ্লেট খিচুড়িতে তোমাকে চাই appeared first on Uttarbanga Sambad .
IND W vs SA W Records: এই 'ছোট্ট' টোটকাতেই কেল্লাফতে! ভারতের বিশ্বকাপ জয় আটকাতে পারবেনা কেউ
India W vs South Africa W Record: মহিলা বিশ্বকাপ ২০২৫ পৌঁছে গেছে তার চূড়ান্ত পর্বে। একমাসের রোমাঞ্চকর লড়াইয়ের পর এবার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত মহিলা দল ও দক্ষিণ আফ্রিকা মহিলা দল। ২ নভেম্বর, রবিবার, নবি মুম্বইয়ের ড. ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হবে এই মহারণ। ফাইনালে ভারতের দাপুটে ফেরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ভারতীয় মেয়েরা যেন জ্বলে উঠেছিল। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৩৩৮ রানের পাহাড় গড়লেও ভারত দেখিয়েছে ভয়ংকর প্রতিআক্রমণ। জেমাইমা রডরিগেজের অপরাজিত ১২৭ রান আর অধিনায়িক হরমনপ্রীত কৌরের ৮৯ রানের ইনিংস দলকে এনে দিয়েছে ঐতিহাসিক জয়। ফাইনালে পৌঁছে ভারতীয় দল এখন প্রস্তুত নিজেদের প্রথম বিশ্বকাপ ট্রফি জেতার জন্য। আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালের আগেই অবসর নিচ্ছেন হরমনপ্রীত? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর খবর দক্ষিণ আফ্রিকার দুরন্ত উত্থান অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে। লরা ওলভার্টের ১৬৯ রানের ইনিংস এবং মারিজান ক্যাপের ৫ উইকেট ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে। ১২৫ রানে জয় পেয়ে দক্ষিণ আফ্রিকা বুঝিয়ে দিয়েছে— তারা এবার ইতিহাস লিখতে প্রস্তুত। আরও পড়ুন- কখন-কোথায় দেখবেন বিশ্বকাপ ফাইনাল? না জানলে মিস করবেন মুখোমুখি পরিসংখ্যান (Head-to-Head Record in WODIs) ভারত মহিলা দল ও দক্ষিণ আফ্রিকা মহিলা দল এতদিনে মোট ৩৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ভারত জয়ী হয়েছে ২০ ম্যাচে, দক্ষিণ আফ্রিকা জয়ী হয়েছে ১৩ ম্যাচে। অমীমাংসিত (No Result) ১টি ম্যাচ। অর্থাৎ ইতিহাস বলছে, ভারতের পাল্লা কিছুটা ভারী। তবে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা দারুণ ছন্দে রয়েছে।এই টুর্নামেন্টেই গ্রুপ পর্বে ভারতকে তারা হারিয়েছিল নাদিন ডি ক্লার্কের অলরাউন্ড পারফরম্যান্সের ওপর ভর করে। আরও পড়ুন- একেবারে 'লক্ষ্মীর ভাণ্ডার', বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া? তবে, এবারের ফাইনালটি একদম অন্যরকম। কারণ দুটি দলই আগে কখনও মহিলা ওয়ানডে বিশ্বকাপ জেতেনি। তাই ২০২৫-এর এই ফাইনালে একদম নতুন চ্যাম্পিয়ন উঠে আসবে ক্রিকেট দুনিয়ায়। ভারতের লক্ষ্য ২০১৭-র আক্ষেপ মুছে দেওয়া, আর দক্ষিণ আফ্রিকা চায় নিজেদের প্রথম বড় ট্রফি ঘরে তুলতে। আরও পড়ুন- হরমনপ্রীতদের 'ইতিহাস' থেকে সূর্যবাহিনীর লজ্জা, দেখে নিন দিনের সেরা ৫ খেলার খবর এই ম্যাচে ভারতের হয়ে গেমচেঞ্জার হতে পারেন জেমাইমা রডরিগেজ, হারমানপ্রীত কৌর, রিচা ঘোষ। দক্ষিণ আফ্রিকার হয়ে গেমচেঞ্জার হতে পারেন- লরা ওলভার্ট, মারিজান ক্যাপ, নাদিন ডি ক্লার্ক। দুই দলই এখন পারফরম্যান্সের বিচারে ফর্মের শীর্ষে রয়েছে। তার ওপর ভারতীয় দল আবার নিজেদের মাটিতে খেলছে, যা ফাইনালে তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস জোগাবে। এককথায় বলা যেতে পারে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা— এই ফাইনাল শুধু দুই দলের নয়, বরং মহিলা ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনার প্রতীক। পরিসংখ্যান ভারতের পক্ষে হলেও, ফর্ম এবং মানসিকতাই ঠিক করবে, ২০২৫ মহিলা একদিনের বিশ্বকাপ ট্রফি কে হাতে তুলবে।
Srabanti Chatterjee: বাড়িতে তুমুল অশান্তি, হিরোর সঙ্গে রোমান্স করতে হল শ্রাবন্তিকে?
Allu Sirish-Nayanika Reddy Love Story: তারকা পরিবারে এখন খুশির মরশুম। প্রেমিকার সঙ্গে বাদগান সারলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ভাই আল্লু সিরিশ। দীর্ঘদিনের প্রেমিকা নায়নিকা রেড্ডির সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে। প্রেমিকযুগল ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে জীবনের নতুন জার্নি শুরুর সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে হয়েছে আংটি বদলের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন চিরঞ্জীবী, রাম চরণ, বরুণ তেজ, উপাসনা কোনিডেলা সহ পরিবারের আরও অনেক সদস্য। দেখুন সেই ছবি। View this post on Instagram A post shared by Allu Sirish (@allusirish) জীবনের এই বিশেষ দিনে আল্লু সিরিশ পরেছিলেন ধবধবে সাদা ঐতিহ্যবাহী পোশাক আর নায়নিকা রেড্ডি নজর কাড়েন উজ্জ্বল লাল বর্ণের লেহেঙ্গায়। তেলেগু রীতি মেনেই সম্পন্ন হয়েছে বাগদান। ছবিগুলি শেয়ার করে সিরিশ লিখেছেন, 'অবশেষে আমি আমার জীবনের ভালবাসা নায়নিকার সঙ্গে বাগদান সম্পন্ন করলাম!' দোসর আংটি ও সাদা হৃদয়ের ইমোজি। ছবিগুলিতে ধরা পড়েছে আল্লু অর্জুনের কন্যা আল্লু আরহার এক ঝলকও। বাগদানের পোস্টটি শেয়ারের কয়েক মুহূর্তেই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে অভিনন্দনের বার্তায় ভরিয়ে দিয়েছেন। আরও পড়ুন বাগদানের পরও ভেঙেছে বিয়ে, দু'বছর পর কার বাহুলগ্না 'মহাভারত' খ্যাত অভিনেত্রী? দেখুন ছবি অভিনেত্রী সোফি চৌধুরি লিখেছেন, 'তোমাদের দুজনের জন্য ভীষণ খুশি!!! অভিনন্দন ও ভালবাসা রইল প্রিয় সিরি ও নায়নিকা।' অভিনেত্রী পার্বতী নায়ারও লিখেছেন, 'অসংখ্য অভিনন্দন, সিরি।' অনুষ্ঠানের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে অতিথিদের স্বতঃস্ফূর্ত মুহূর্তগুলো ধরা পড়েছে। ক্যাজুয়ল লুকে দেখা গেল রাম চরণ ও চিরঞ্জীবীকে। অন্যদিকে রামচরণের স্ত্রী উপাসনা সন্তানসম্ভবা। দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। অফ-হোয়াইট ইন্দো-এথনিক পোশাকে প্রেগন্যান্সি গ্লো যেন একেবারে ঠিকরে বেরচ্ছিল। আল্লু অর্জুন পরেছিলেন সাদা রঙের পোশাক আর স্ত্রী আল্লু স্নেহা রেড্ডিকে দেখা গেল বেগুনি গাউনে। আরও পড়ুন সাগড়পাড়ে রোম্যান্টিক আবহে আংটি বদল, চুম্বন-উষ্ণ আলিঙ্গনে আদুরে মুহূর্তে গৌরব-সোনালি ১ অক্টোবর, দাদু আল্লু রামালিঙ্গাইয়া গারুর জন্মবার্ষিকীতে সিরিশ এক আবেগঘন পোস্টে তাঁর বাগদানের তারিখ ঘোষণা করেছিলেন।তিনি লিখেছিলেন, 'আজ আমার দাদু আল্লু রামালিঙ্গাইয়া গারুর জন্মদিনে আমি আশীর্বাদিত মনে করছি এমন একটি খবর ভাগ করতে। আমি ৩১ অক্টোবর নায়নিকার সঙ্গে বাগদান হবে। আমার ঠাকুমা, যিনি সম্প্রতি আমাদের ছেড়ে গিয়েছেন সবসময় আমাকে বিবাহিত দেখতে চেয়েছিলেন। যদিও তিনি এখন আমাদের মাঝে নেই তবে আমি জানি নতুন জার্নি শুরুর ওপর থেকে তিনি সবসময় আশীর্বাদ করবেন। আরও পড়ুন ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে ভালবাসায় গদগদ, স্বপ্নের পুরুষের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী
এসআইআর নিয়ে বাংলায় শুরু BLO-দের প্রশিক্ষণ, ১৬ দফার গাইডলাইন কমিশনের
সোমবার পর্যন্ত চলবে প্রশিক্ষণ।
রানাঘাটের সাংসদকে সাসপেনশনের দাবি, বিজেপিকে তীব্র নিশানা অভিষেকের
রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি।
দিল্লির নাম বদলে করা হোক ইন্দ্রপ্রস্থ! বিজেপি সাংসদের আর্জি শাহর কাছে
দিল্লি বিমানবন্দরের নামও ইন্দ্রপ্রস্থ বিমানবন্দর করার প্রস্তাব।
ফের বালোচ বিদ্রোহীদের নিশানায় পাক সেনা, কনভয় লক্ষ্য করে গোলাবর্ষণ, মৃত অন্তত ৯
ফের রক্তাক্ত বালোচিস্তান।
Jaggery Benefits: গ্যাসের ছুটি, হজমের আরাম! ডিনারের পর গুড় কেন খাবেন? জানুন আসল কারণ
গুড়কে চিনির চেয়েও ভাল বিকল্প হিসেবে ধরা হয়। গুড়ের মধ্যে ক্যালোরি, কার্বস ছাড়াও আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ক্যালসিয়াম এর মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এটি অ্যান্টিঅক্সিডেন্টেও সমৃদ্ধ। চলুন জেনে নেওয়া যাক, কেন বিশেষজ্ঞরা রাতের খাবারের পর অল্প গুড় খাওয়ার পরামর্শ দেন।
সুখবর ভারতীয় শিবিরে, হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স
প্লীহার চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সৌদি আরবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ঝাড়খণ্ডের এক পরিযায়ী শ্রমিকের। জেদ্দায় পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে মধ্যে পড়ে বেঘোরে প্রাণ যায় এই ভারতীয় যুবকের। সৌদি আরব থেকে তাঁর মরদেহ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে ঝাড়খণ্ডের শ্রম দপ্তর। জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম বিজয় কুমার মাহাত। গিরিডির ধুধপনিয়া গ্রামের বাসিন্দা। গত নয় মাস […] The post Jharkhand Youth Died | সৌদি আরবে পুলিশ-দুষ্কৃতীর গুলির লড়াই, মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, দেহ ফেরাতে উদ্যোগ রাজ্যের appeared first on Uttarbanga Sambad .
Guinness World Records: নারী স্বাস্থ্য সুরক্ষায় নজির, ৩টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ভারত
Women's Health: তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ভারত। দেশজুড়ে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের অধীনে তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই সুখবর ভাগ করে নিয়ে বলেন যে দেশ মহিলা কেন্দ্রিক স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে দেশের প্রতিশ্রুতিকেই তুলে ধরল।
‘মান্থা’র প্রভাবে উত্তরে লাগাতার বৃষ্টিতে ফুঁসছে নদী, প্লাবনের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ
আতঙ্কের প্রহর গুনছেন স্থানীয়রা।
রবিবার ভারতের প্রতিপক্ষ বৃষ্টিও, ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে বিশ্বকাপ?
কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
শব্দকে ভালোবেসে ‘শব্দবাণ’! অভিনব মাসিক পত্রিকা প্রকাশ ‘পাজল ম্যান’ শুভজ্যোতির
১ নভেম্বর থেকে শুরু হল শব্দছকের মাসিক পত্রিকার পথ চলা।
Shafaq Naaz: বাগদানের পরও ভেঙেছে বিয়ে, দু'বছর পর কার বাহুলগ্না 'মহাভারত' খ্যাত অভিনেত্রী? দেখুন ছবি
Shafaq Naaz Boyfriend: শাফাক নাজ, হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। মহাভারত সহ বেশ কয়েকটি হিন্দি মেগায় অভিনয়ের সৌজন্যে দর্শকমহলে বেশ জনপ্রিয়। তিনি আবার অভিনেতা শিজান খান এবং ফালাক নাজেরও বোন। যদিও মিডিয়া রিপোর্ট মোতাবেক, ভাই-বোনের সম্পর্ক একেবারেই ভাল নয়। তবে এই মুহূর্তে প্রেমের জোয়ারে ভাসছেন টেলি অভিনেত্রী শাফাক নাজ। ২০২৩- এ ব্যবসায়ী জীশানের সঙ্গে বাগদান সেরেও বিয়ে ভেঙে যায়। নিজেকে সামলে ফের ভালবাসার সাগরে ডুব দিয়েছেন শাফাক। সোশ্যাল মিডিয়ায় সাদা কালো আবহে মনের মানুষের সঙ্গে বেশ কয়েকটি মনোক্রম ছবিও পোস্ট করেছেন। আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দিলেও প্রেমিকার নাম আড়ালেই রেখেছেন অভিনেত্রী। শাফাক নাজের প্রেমকাহিনি ছবিগুলিতে দু'জনেই যেন একে অপরের চোখে হারিয়ে গিয়েছেন। কখনও প্রিয়তমর বাহুলগ্না তো কখনও আবার প্রেমিকার গালে চুমু এঁকে দিচ্ছেন মনের মানুষ। রোম্যান্টিক মুহূর্তের একগুচ্ছ ছবি পোস্ট করে শাফাক লিখেছেন, 'ঘর'। আসলে ঘর বা বাড়ি যাই হোক না কেন সেটা প্রত্যেকের কাছেই খুব শান্তির জায়গা। ভালবাসার মানুষের সঙ্গে সেই শান্তি নীড়ে একান্তযাপনের মুহূর্তকে উপভোগ করছেন প্রেমিকযুগল। তা ছবিতেই বেশ স্পষ্ট। এক নজরে দেখে নিন তাঁদের লাভিডাভি সেই মুহূর্তের ঝলক। View this post on Instagram A post shared by Shafaq Naaz (@shafaqnaaz777) আরও পড়ুন ছোটবেলায় কার প্রেমে পাগল ছিলেন শতাব্দী? সামনে দেখেও কেন মুখ ফিরিয়ে চলে এসেছিলেন? শুভেচ্ছায় ভাসছেন প্রেমিকযুগল 'মহাভারত' ধারাবাহিকের এই অভিনেত্রীর পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং বহু সেলিব্রিটি কমেন্টবক্সে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ফারনাজ শেট্টি লিখেছেন, 'এখন তো অফিসিয়াল! কিউটিজ, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। ঈশ্বর তোমাদের দু’জনকে সবসময় রক্ষা করুক ও ভালবাসুক।' জসবীর কৌরও অভিনন্দন জানিয়েছেন। শুধু ইন্ডাস্ট্রির সতীর্থরাই নয়, বহু ভক্তও শাফাককে জীবনের নতুন সূচনার জন্য অভিনন্দন জানিয়েছেন। আরও পড়ুন 'আমি ভাবিনি...', সম্পর্কে সিলমোহর পরতেই প্রকাশ্যে মাখমাখ প্রেমের ভিডিও, মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী বিয়ে ভেঙেছিল শাফাকের অভিনেত্রী শাফাক নাজ বেশ কিছু টিভি শো ও সিনেমায় অভিনয় করেছেন। ২০২৩ সালে তিনি ওমানের ব্যবসায়ী জীশানের সঙ্গে বিগ ফ্যাট ওয়েডিং-এর পরিকল্পনা করেছিলেন। কিন্তু, বাগদানের পর হয় স্বপ্নভঙ্গ। 'বম্বে টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাফাক বলেছিলেন, 'বিয়ে শুধু দুই ব্যক্তির নয় দুই পরিবারের মিলনও। সেক্ষেত্রে মতভেদ হওয়াটাও স্বাভাবিক। প্রতিটি পরিবারেই বিয়ের সময় কিছু না কিছু সমস্যা থাকে, বিশেষ করে লাভ ম্যারেজে। দুর্ভাগ্যবশত, আমাদের পরিবারগুলির মধ্যেও কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে আমি কাউকে দোষ দিতে চাই না।' আরও পড়ুন 'আমারও তো ইচ্ছে...', প্রেম প্রকাশ্যে এনেও কেন প্রেমিকের মুখে ইমোজি? কারন বাতলে দিলেন 'মা' খ্যাত তিথি
Indian Stock Market: দেশের শেয়ার বাজারের মানচিত্র থেকে মুছে যেতে চলেছে বাংলার ঐতিহ্য?
Calcutta Stock Exchange, ITC: ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ থেকে এবার স্বেচ্ছায় সরে যাবে ভারত তথা এই শহরেরই সবচেয়ে বড় কোম্পানিগুলির মধ্যে অন্যতম আইটিসি লিমিটেড। যদিও NSE বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও BSE বা বোম্বে স্টক এক্সচেঞ্জে আইটিসির শেয়ারের লেনদেন স্বাভাবিকভাবেই চলবে।
স্ত্রীর ধর্মান্তর চান ভ্যান্স! বিতর্কের মাঝে কী বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট?
২০১৪ সালে খাঁটি ভারতীয় কায়দায় গাঁটছড়া বাঁধেন ভ্যান্স-উষা।
LPG price:মাস পয়লায় বাম্পার সুখবর! হু হু করে কমল রান্নার গ্যাসের দাম
LPG price cut November 2025: নভেম্বর মাসের শুরুতেই দারুণ খবর। ফের কমল রান্নার গ্যাসের দাম। আজ ১ নভেম্বর থেকে রান্নার গ্যাসের দাম কমালো দেশের তেল সংস্থাগুলি। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। আজ ১ নভেম্বর থেকে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমানো হয়েছে। আবারও ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলো। দেশের তেল সংস্থাগুলি প্রতিমাসের শুরুতেই বিশ্ব বাজারে পেট্রোপণ্যের দামের বিশ্লেষণ করে গ্যাসের দাম বাড়ায় বা কমায়। নভেম্বর মাসের শুরুতেই এবার আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম বিবেচনা করে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমানো হলো। আরও পড়ুন- West Bengal news live updates:SIR আতঙ্কে আত্মহত্যা! বারাকপুরে গৃহবধূর মৃত্যুতে তুমুল চাঞ্চল্য, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি আজ ১ নভেম্বর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬ টাকা পর্যন্ত কমেছে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি কমেছে। সিলিন্ডার পিছু ৬ টাকা দাম কমে এখন কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়ছে ১৬৯৪ টাকা। অন্যদিকে দিল্লি, মুম্বইতেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে যথাক্রমে ১৫৯০ টাকা ৫০ পয়সা এবং ১৫৪২ টাকা। আরও পড়ুন- Abhishek Banerjee:SIR বা ভোটার তালিকা যাচাইয়ে তৃণমূলের 'গেম প্ল্যান' কী? জেনে নিন অভিষেকের 'গোপন নির্দেশ'! ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলেও, বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু অপবর্তিত রয়েছে। বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৮৭৯ টাকাই রয়েছে। আরও পড়ুন- West Bengal weather update :আপাতত বৃষ্টি থামছে না! আবহাওয়ার উন্নতি কবে? শীতের টাটকা আপডেট জানুন এখনই
Dev: ইন্ডাস্ট্রির শ্রমিকদের স্যালুট, কথা রাখলেন দেব, কাল যা হল
Dev-Raghu Dakat: দেব- বাংলার সুপারস্টার কেন সেকথা তিনি বক্স অফিসে ঝড় তুলে বারবার প্রমাণ করেছেন। তাঁর নানা ছবি, ভিন্ন ভিন্ন সময়ে, বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। খাদানের ক্ষেত্রেও ব্যতিক্রম না। তবে, রঘু ডাকাত বক্স অফিসে চূড়ান্ত সাফল্য করতে পারেনি। এবং পুজো রিলিজ হলেও গতবছরের মতো কোনও ছবি-ই আশানুরূপ ফল করতে পারেনি। দেব শেষ কিছু সময়ে, বেশ কিছু ছবি রিলিজ করেছেন। যার মধ্যে খাদান একমাত্র সেই ছবি যা তোলপাড় ফেলে দেয়। তবে, রঘু ডাকাতের যেভাবে ট্রেলার লঞ্চ হল, সেভাবে কিন্তু ব্যবসা করতে পারেনি এই ছবি। অনেকে আবার এমনও বলেছেন, দেব এত সুন্দর টপিক নিয়ে আরেকটু ভাবতে পারতেন। বিশেষত নীলকর সাহেবদের নিয়ে এই ছবি। কিন্তু এই ছবি ভাল ফল করতে না পারলেও দেব কথা রেখেছেন। Ikkis-Amitabh Bachchan: নাতির গুণগান যেন শেষ-ই হচ্ছে না, অগস্ত্য-র ইক্কিস নিয়ে কী বলছেন জয়া-অমিতাভ? রঘু ডাকাতের গ্র্যান্ড ট্রেলার লঞ্চ উপলক্ষে টিকিট কেটে তা দেখতে গিয়েছিলেন অনেকেই। এবং, দেব জানিয়েছিলেন সেই টাকা তুলে দেওয়া হবে, ফেডারেশনের হাতে। এবং সেই কথার অনর্থ হল না। তিনি সেটাই করলেন। বরং বলা ভাল, গতকাল বিজয়া সম্মীলনি উপলক্ষে তিনি সেই টাকা ফেডারেশনের হাতে তুলে দিলেন। View this post on Instagram A post shared by Dev Adhikari (@imdevadhikari) Priyanka Chopra: ভীষণ স্বার্থপর প্রিয়াঙ্কা! দেশি গার্লের মন খুলে নিন্দা করলেন অভিনেত্রী? সেই কথা সমাজ মাধ্যমেই জানালেন তিনি। পাশে দাঁড়িয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, তাঁদের হাতেই চেক তুলে দিলেন বাংলার মেগাস্টার। তিনি বলছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির অখ্যাত নায়কদের- আমাদের টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়ে, সহযোগিতা করার জন্য ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে, #RaghuDakat মেগা ট্রেলার লঞ্চ থেকে প্রাপ্ত সমস্ত আয় ইতিমধ্যেই আমাদের সহকর্মী টেকনিশিয়ান ও তাঁদের পরিবারের কল্যাণে দান করা হয়েছে। এই উদ্যোগ সম্ভব করতে যাঁরা পাশে ছিলেন, অংশ নিয়েছেন, সমর্থন করেছেন- আপনাদের প্রত্যেককে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ!আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে নিয়ে যায়। View this post on Instagram A post shared by Dev Adhikari (@imdevadhikari) প্রসঙ্গে, গতকাল দেব-জিৎ একজোটে ধরা দিলেন। শুধু তাই নয় এই ছবি যে অমূল্য। এই দুই তারকাকে একসঙ্গে পেতে যে এমন উৎসবের সময় বারবার আসুক, এই কথাই জানান মন্ত্রী অরূপ বিশ্বাস।
Marijuana Seized |কর্ণাটকে পাচারের ছক! জাতীয় সড়কে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার ৩
কিশনগঞ্জ: কর্ণাটকে পাচারের ছক! ৩২৭ ই জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলাকালীন নেপাল সীমান্তের কুরলী কোট থানা এলাকায় বিপুল পরিমাণ গাঁজা সহ ৩ জনকে গ্রেপ্তার (Arrest) করল পুলিশ। ধৃতরা হল কর্ণাটকের হাসান জেলার সোমনাহালির বাসিন্দা ভেকটা রামু (৩০), অসমের সুনিতপুর জেলার লালবাতি থানা এলাকার বাসিন্দা প্রদীপ কেবট (৩২) ও কোচবিহারের শীতলকুচীর বাসিন্দা কৃত্তিবাস সরকার (৪০)। […] The post Marijuana Seized | কর্ণাটকে পাচারের ছক! জাতীয় সড়কে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার ৩ appeared first on Uttarbanga Sambad .
Prashant Kishor: ভোটের আগেই বড় কথা লিখিত দিলেন প্রশান্ত কিশোর, বিহারে ক’টা আসন পাবে দল?
Bihar Assembly Election 2025: প্রথমবার নির্বাচনে লড়বে পিকে-র দল জন সূরজ পার্টি। কত আসনে জিতবে তারা? এই প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেন, আমি দুটো সম্ভাবনা দেখতে পাচ্ছি। মানুষ জন সূরজকে বিকল্প হিসাবে দেখছে, কিন্তু ভোটদান হল বিশ্বাস। দীর্ঘ সময় ধরে আশাহত হওয়ার পর মানুষ এখন আশার আলো খুঁজছে।
রোহিতকে পিছনে ফেললেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০-তে বিশ্বরেকর্ড বাবর আজমের
হিটম্যানের থেকে ২৮ ইনিংস কম খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন পাক তারকা।
Harmanpreet Kaur Retirement: ভারতীয় মহিলা ক্রিকেটের এক অনন্য নাম হরমনপ্রীত কৌর। গত একদশকেরও বেশি সময় ধরে দলের স্তম্ভ হিসেবে তিনি যে ভূমিকা রেখেছেন, তা নিঃসন্দেহে অনন্য। কিন্তু, আসন্ন মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ ফাইনালকে ঘিরে উঠেছে এক বড় প্রশ্ন, সেই প্রশ্নটা হল, তিনি কি অবসরের কথা ভাবছেন? আবেগঘন সেমিফাইনালের মুহূর্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর ক্যামেরায় ধরা পড়েছিল এক আবেগঘন দৃশ্য। ডাগআউটে বসে হরমনপ্রীতের চোখে জল, তারপর দলের জয়ের মুহূর্তে তাঁর কান্না— যা বুঝিয়ে দেয়, এ জয় শুধু একটি ম্যাচ ছিল না, বরং বহু বছরের স্বপ্নপূরণের এক ধাপ দূরত্বে পৌঁছনো। আরও পড়ুন- কখন-কোথায় দেখবেন বিশ্বকাপ ফাইনাল? না জানলে মিস করবেন ২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে হরমনপ্রীত এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। ২০১৭ সালে ফাইনালে পৌঁছে কাপ হাতছাড়া হয়েছিল ইংল্যান্ডের কাছে। এবার, ৩৬ বছর বয়সে, নবি মুম্বইতে হতে চলা ফাইনাল তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে। আরও পড়ুন- একেবারে 'লক্ষ্মীর ভাণ্ডার', বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া? ভারতের প্রাক্তন অধিনায়িকা ও ধারাভাষ্যকার অঞ্জুম চোপড়া সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে বলেছেন, 'প্রত্যেক খেলোয়াড় জানেন কখন বিদায় বলার সময় এসেছে। হরমনপ্রীত ১০০ পারসেন্ট এটা নিয়ে ভাবছেন।' তবে অঞ্জুমের ধারণা, হরমনপ্রীত এই মুহূর্তে অবসরের চেয়েই দলের ম্যাচ নিয়ে বেশি ভাবছেন। অঞ্জুম বলেন, 'এইসব অবসর নিয়ে সিদ্ধান্ত তো আর ড্রেসিংরুমে হয় না। একজন ক্যাপ্টেন হিসেবে ও চাইবে দল ব্যক্তিগত সিদ্ধান্তের বদলে জয় নিয়েই বেশি ভাবুক।' আরও পড়ুন- হরমনপ্রীতদের 'ইতিহাস' থেকে সূর্যবাহিনীর লজ্জা, দেখে নিন দিনের সেরা ৫ খেলার খবর দীর্ঘ ১৬ বছরের কেরিয়ারে হরমনপ্রীত বহু ওঠানামা দেখেছেন। পারফরম্যান্সের চাপ, ইনজুরি, নেতৃত্বের ভার- এসবের সাক্ষী হয়েছেন। কিন্তু তিনি সবসময় মাঠে নিজের সেরাটাই দিয়েছেন। এবার হয়তো তিনি চান, একটি ফেয়ারিটেল এন্ডিং। ঠিক যেমন পিট সাম্প্রাস তাঁর কেরিয়ারের শেষে করেছিলেন। আরও পড়ুন- মলিনার পাকামিতেই তছনছ বাগান? হাতছাড়া সুপার কাপের সেমিফাইনাল ভারতীয় মহিলা দল গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নতি করেছে। স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, দেবিকা বৈদ্যদের মতো তরুণ তারকারা এখন দলের বিরাট শক্তি হয়ে উঠেছেন। কিন্তু এই দলের আত্মা এখনও হরমনপ্রীত কৌর। তাই তাঁর শেষ ম্যাচ নিঃসন্দেহে আবেগে ভরা এক অধ্যায় হবে। Captain Harmanpreet Kaur in a semi-final against Australia? It's an iconic tale The #TeamIndia skipper decodes a historic chase - By @mihirlee_58 Get your #CWC25 tickets now: https://t.co/vGzkkgwXt4 #WomenInBlue | #INDvAUS | @ImHarmanpreet pic.twitter.com/GdReBReISv — BCCI Women (@BCCIWomen) October 31, 2025 নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ শুধু ট্রফি জয়ের জন্য নয়, একটি যুগের বিদায়েরও সাক্ষী হতে পারে। ভারত যদি জেতে, তবে হয়তো হারমানপ্রীত কৌরও হেসে বলতে পারবেন— 'এটাই আমার শেষ নাচ।'
Kolkata News Live Updates: রাজ্যে চলমান SIR (Special Intensive Revision) বা ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা ঘিরে ফের বিতর্ক। এবার সেই আতঙ্কেই আত্মহত্যার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বারাকপুরে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গৃহবধূর আত্মহত্যা ঘিরে তোলপাড় বারাকপুর স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম কাকলি সরকার। প্রায় ১৫ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তিনি। পরিবারের অভিযোগ, সাম্প্রতিককালে SIR নিয়ে আতঙ্কে ভুগছিলেন কাকলি দেবী। নাম ভোটার তালিকায় থাকবে কি না, সেই ভয়েই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আরও পড়ুন- Abhishek Banerjee:SIR বা ভোটার তালিকা যাচাইয়ে তৃণমূলের 'গেম প্ল্যান' কী? জেনে নিন অভিষেকের 'গোপন নির্দেশ'! সেই আতঙ্ক থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের। ইতিমধ্যেই পুলিশ কাকলি দেবীর শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। SIR ইস্যুতে রাজনৈতিক তরজা তুঙ্গে, অভিষেককে নিশানা দিলীপ ঘোষের আরও পড়ুন- West Bengal weather update :আপাতত বৃষ্টি থামছে না! আবহাওয়ার উন্নতি কবে? শীতের টাটকা আপডেট জানুন এখনই SIR ইস্যুতে ফের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। BJP নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন,“অভিষেক বন্দ্যোপাধ্যায় অজুহাত দেখিয়ে হিরো হতে চাইছেন। তিনি বলছেন, SIR হতে দেবেন না, কিন্তু তাঁর দলই নির্বাচন কমিশনে BLA-দের তালিকা পাঠাচ্ছে।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক বাকযুদ্ধ। আরও পড়ুন- Murshidabad News: ওষুধের বদলে গিলে ফেললেন বোতলের ছিপি! বৃদ্ধকে মুত্যুর মুখ থেকে ফেরালেন চিকিৎসক শিক্ষকদের BLO বানানো নিয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অন্যদিকে, SIR পর্বে বিএলও নিয়োগ নিয়ে সরব হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি অভিযোগ করেন, “নির্বাচন কমিশন শিক্ষকদের বিএলও বানাতে চাইছে, অথচ শিক্ষা দফতরকে কোনও আনুষ্ঠানিক চিঠি দেয়নি।” শিক্ষামন্ত্রী প্রশ্ন তোলেন, এক সরকারি সংস্থা যদি অন্য একটি সরকারি সংস্থার সহযোগিতা চায়, তবে কেন সরাসরি দফতরকে জানানো হবে না? এই প্রসঙ্গে তিনি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
চরম দারিদ্র থেকে মুক্ত ‘গডস ওন কান্ট্রি’ কেরল, বড় ঘোষণা পিনারাই বিজয়নের
কেরলের ৬৯তম প্রতিষ্ঠা দিবসেই এই ঘোষণা করলেন মুখমন্ত্রী।
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি, উত্তরে দুর্যোগের আশঙ্কা
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
হাওড়া ডিভিশনে আগামী সপ্তাহে বাতিল একাধিক ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা
রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া হবে পাওয়ার ব্লক।
Weather Update |‘মন্থা’র প্রভাব, উত্তরে বৃষ্টি অব্যাহত, পূর্বাভাস দক্ষিণেও, শীতের দেখা মিলবে কবে?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মন্থা’ (Montha)-র প্রভাব এখনও রয়েছে বঙ্গে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। আর তার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তরবঙ্গের জেলায় জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া (Weather Update) নিয়ে কী জানাল আবহাওয়া দপ্তর?। উত্তরবঙ্গে (North […] The post Weather Update | ‘মন্থা’র প্রভাব, উত্তরে বৃষ্টি অব্যাহত, পূর্বাভাস দক্ষিণেও, শীতের দেখা মিলবে কবে? appeared first on Uttarbanga Sambad .
অতীতের মান-অভিমান মিটিয়ে হ্যালোইন পার্টিতে দীপিকা-আলিয়া, ‘রণবীর কোথায়?’, খোঁজ অনুরাগীদের
দীপিকা-আলিয়ার 'ক্যাট ফাইটে'র গুঞ্জন বলিউডে! হ্যালোইন পার্টিতে একসঙ্গে রণবীর কাপুরের 'প্রাক্তন-বর্তমান'। তারপর?
পুরনো যানবাহনের প্রবেশ নিষেধ! দূষণ রুখতে দিল্লিতে নয়া পদক্ষেপ
দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস।
সৌদিতে পুলিশের গুলিতে ‘ভুলবশত’মৃত্যু ভারতীয় যুবকের! উঠছে তদন্তের দাবি
হাসপাতালে মৃত্যু হয় যুবকের।
voter list survey: রাজ্য রাজনীতিতে এখন আলোচ্য বিষয় এসআইআর বা ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা। বহু বিরোধিতা সত্ত্বেও পশ্চিমবঙ্গে এই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। নির্বাচন কমিশনের উদ্যোগে চলা এই প্রক্রিয়াকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। অভিষেকের ভার্চুয়াল বৈঠকে তৎপরতার বার্তা শুক্রবার দলীয় নেতা–কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি বুথ লেভেল এজেন্ট (বিএলএ) দের দুরন্ত তৎপরতা দেখাতে নির্দেশ দেন। অভিষেক স্পষ্ট জানান, এসআইআর চলাকালীন কোনও রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। আরও পড়ুন- West Bengal weather update :আপাতত বৃষ্টি থামছে না! আবহাওয়ার উন্নতি কবে? শীতের টাটকা আপডেট জানুন এখনই তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারদের (বিএলও) কার্যত ছায়াসঙ্গী হয়ে কাজ করতে হবে তৃণমূলের বিএলএদের। পাশাপাশি, ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে পূর্ণ ধারণা রাখার পরামর্শও দেন তিনি। হেল্প ডেস্ক চালু করছে তৃণমূল দলের তরফে জানানো হয়েছে, আগামী ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্যজুড়ে তৃণমূল চালু করতে চলেছে বিশেষ হেল্প ডেস্ক। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই হেল্প ডেস্ক খোলা থাকবে। আরও পড়ুন- প্রখ্যাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হলেন মন্ত্রী, শাসকদলের 'রাজনৈতিক চাল', বলছে বিরোধীরা এসআইআর সংক্রান্ত সাধারণ মানুষের প্রশ্ন, দ্বন্দ্ব বা সমস্যার সমাধান করতে এই হেল্প ডেস্ক থেকে সাহায্য করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতৃত্ব। ভোটার তালিকা সংশোধন বা নাম অন্তর্ভুক্তি নিয়ে কোনও সমস্যা হলে তৃণমূলের হেল্প ডেস্কের কর্মীরা সরাসরি সাধারণ মানুষের পাশে থাকবেন। প্রশিক্ষণে ব্যস্ত BLA-রা তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই বিএলএদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। এসআইআর কী, এর প্রয়োজনীয়তা কী, কাদের নাম অন্তর্ভুক্ত বা বাদ যেতে পারে—এসব বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে কর্মীদের।রাজ্যের প্রায় ৯০ হাজার বুথে দুইজন করে বিএলএ কাজ করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। আরও পড়ুন- SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি অভিযোগ জানানোর নম্বরও প্রকাশ দলের তরফে জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত কোনও সমস্যা বা অভিযোগ থাকলে ক্যামাক স্ট্রিটের দলীয় দপ্তরে যোগাযোগ করা যাবে। এর জন্য একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে — ৮১৪২৬৮১৪২৬
৯৫ দিন পর ২২ গজে ফিরে ব্যর্থ, প্রত্যাবর্তনের ম্যাচে কত রান করলেন পন্থ
দু'টি বাউন্ডারি হাঁকালেও সাবলীল মনে হয়নি তাঁকে।
বঙ্গের শিল্প-ছবি তুলে ধরতে কনক্লেভ, মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিনিয়োগকারীদের সমাবেশ
দেদার লগ্নির হাত ধরে রাজ্যে খুলে গিয়েছে কর্মসংস্থানের পথও।
BLO-দের নিরাপত্তা নিয়ে কমিশনকে বড় বার্তা রাজ্যের নোডাল অফিসারের
Security of BLO: গত সোমবার (২৭ অক্টোবর) এসআইআর ঘোষণার সময় প্রশ্ন ওঠে, বিএলও-দের নিরাপত্তার জন্য কমিশনের তরফে কি কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে? যার জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, “আশা করব, এরকম ধরনের কোনও ঘটনা ঘটনা সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন পদক্ষেপ করবে। আমার মনে হয় না এমন কোনও পরিস্থিতি তৈরি হবে, যেখানে কমিশনকে হস্তক্ষেপ করতে হবে।”
‘এক-দু’দিনেই চলে আসবে এশিয়া কাপ ট্রফি’, আশাবাদী বোর্ড সচিব, না এলে উপযুক্ত ব্যবস্থা
নকভিকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন সাইকিয়া।
LPG prices cut |মাসের প্রথমদিনই সুখবর! কমল এলপিজি সিলিন্ডারের দাম, কোথায়, কত? জানুন…
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাসের প্রথমদিনই সুখবর! কমল ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম (LPG prices cut)। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হবে। সূত্রের খবর, নভেম্বর মাসের ১ তারিখে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে ৪ থেকে সাড়ে ৬ টাকা কমেছে। দিল্লি (Delhi) এবং মুম্বই (Mumbai)-তে বাণিজ্যিক গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ৫ টাকা কমেছে। বর্তমানে […] The post LPG prices cut | মাসের প্রথমদিনই সুখবর! কমল এলপিজি সিলিন্ডারের দাম, কোথায়, কত? জানুন… appeared first on Uttarbanga Sambad .
‘ফাইনাল হারলেও তোমরা দেশের কাছে সুপারস্টারই থাকবে’, বলছেন ঝুলন
‘জেমিকে তিনে পাঠানো মাস্টারস্ট্রোক’, বললেন তিনি।
West Bengal weather update :আপাতত বৃষ্টি থামছে না! আবহাওয়ার উন্নতি কবে? শীতের টাটকা আপডেট জানুন এখনই
Kolkata Weather Today: ঘূর্ণিঝড় মন্থা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের পরিণত হয়েছে। তারই জেরে আপাতত আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ শনিবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাপট থাকবে আগামীকালও। কবে থেকে আবহাওয়ার উন্নতি? ঠান্ডা পড়বে কবে থেকে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলার কিছু অংশে। আরও পড়ুন- প্রখ্যাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হলেন মন্ত্রী, শাসকদলের 'রাজনৈতিক চাল', বলছে বিরোধীরা কলকাতার ওয়েদার আপডেট আগামী কয়েক দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে কলকাতা শহরে এখনই ভারী বৃষ্টি কোনও সম্ভাবনা নেই। জানা গিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রাও বিশেষ ওঠানামা করবে না। আরও পড়ুন- Murshidabad News: ওষুধের বদলে গিলে ফেললেন বোতলের ছিপি! বৃদ্ধকে মুত্যুর মুখ থেকে ফেরালেন চিকিৎসক উত্তরবঙ্গের আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট জারি থাকবে। আজ শনিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিংম্পঙের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুধু দুই পার্বত্য জেলাই নয়, এরই পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ। আরও পড়ুন- SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি বৃষ্টির দাপট দেখা যেতে পারে দুই দিনাজপুর এবং মালদা জেলাতেও। আগামীকাল অর্থাৎ রবিবারেও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির জোরালো দাপট থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার উন্নতি সম্ভাবনা রয়েছে।
শিক্ষাদপ্তরে চিঠি ছাড়াই বিএলও নিয়োগ! কমিশনকে বিঁধলেন ক্ষুব্ধ ব্রাত্য
বিজেপি এসআইআর নিয়ে রাজ্যে আতঙ্ক ছড়াছে বলে অভিযোগ তুললেন ব্রাত্য।
প্রখ্যাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হলেন মন্ত্রী, শাসকদলের 'রাজনৈতিক চাল', বলছে বিরোধীরা
প্রাক্তন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহাম্মদ আজহারউদ্দিন শুক্রবার তেলেঙ্গানার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।রাজভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা আজহারউদ্দিনকে শপথ গ্রহণ করিয়েছেন।মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি আজহারউদ্দিনকে মন্ত্রিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর অন্তর্ভুক্তি রাজ্যের জন্য একটি “গর্বের মুহূর্ত”। শপথগ্রহণ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রশাসনিক কর্মকর্তাসহ বহু রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।রেভন্ত রেড্ডি মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি রাজ্যের দ্বিতীয় মন্ত্রিসভা সম্প্রসারণ। শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আজহারউদ্দিন বলেন, তাঁর মন্ত্রিত্ব জুবিলি হিলস উপনির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। “দুটি বিষয় একেবারেই আলাদা,” তিনি মন্তব্য করেন। আরও পড়ুন- Murshidabad News: ওষুধের বদলে গিলে ফেললেন বোতলের ছিপি! বৃদ্ধকে মুত্যুর মুখ থেকে ফেরালেন চিকিৎসক বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির মন্তব্যের জবাবে আজহারউদ্দিন বলেন, “আমি কারও কাছ থেকে দেশপ্রেমের সার্টিফিকেটের প্রয়োজন বোধ করি না।” তিনি আরও জানান, দপ্তর বণ্টনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর এখতিয়ারে, এবং এই বিষয়ে তিনি দলের সিদ্ধান্ত মেনে চলবেন।রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে আজহারউদ্দিনকে সংখ্যালঘু কল্যাণ অথবা ক্রীড়া মন্ত্রক—এর দায়িত্ব দেওয়া হতে পারে। আরও পড়ুন- Bihar election 2025:‘মেড ইন বিহার’ ও ‘ভোকাল ফর লোকাল’! ভোটের আগে NDA ইস্তেহারে প্রতিশ্রুতির সুনামি! এদিকে, আজহারউদ্দিনের মন্ত্রিত্বে শপথ নেওয়াকে রাজনৈতিক চাল হিসেবে দেখছে বিরোধীরা। জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রে এক লক্ষেরও বেশি মুসলিম ভোটার রয়েছে, ফলে তাঁর মন্ত্রিত্বকে কংগ্রেস, বিজেপি ও বিআরএসের ত্রিমুখী লড়াইয়ের আগে ভোটারদের আকৃষ্ট করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। আরও পড়ুন- SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি
Priyanka Chopra: ভীষণ স্বার্থপর প্রিয়াঙ্কা! দেশি গার্লের মন খুলে নিন্দা করলেন অভিনেত্রী?
ভারতীয় তারকাদের জন্য বলিউড থেকে হলিউডে সফলভাবে যাত্রা করা সহজ নয়- ভাষা, সাংস্কৃতিক ভাবনা, এবং গল্প বলার ধরন সবই বড় বাধা হয়ে দাঁড়ায়। তবুও মিন্ডি কালিং ও প্রিয়াঙ্কা চোপড়া যাঁরা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা তৈরি করেছেন। তবে অভিনেত্রী শ্বেতা কেসওয়ানি মনে করেন, এই দু’জনের অবদান সমান নয়। তাঁর মতে, দক্ষিণ এশীয় অভিনেতাদের সুযোগ তৈরিতে মিন্ডি কালিং, প্রিয়াঙ্কার তুলনায় অনেক বেশি ভূমিকা রাখছেন। ‘কাহানি ঘর ঘর কি’ এবং মার্কিন শো ‘ল অ্যান্ড অর্ডার’-এ অভিনয় করা শ্বেতা সম্প্রতি ইন্ডিয়া টুডের সঙ্গে নানা গল্প শেয়ার করেন। তিনি বলেন, প্রিয়াঙ্কা চোপড়া নিঃসন্দেহে পথপ্রদর্শক, তার সাফল্য অনস্বীকার্য, কিন্তু এই সাফল্য মূলত তাঁর নিজের জন্যই কাজ করেছে। শ্বেতার ভাষায়, প্রিয়াঙ্কা যা অর্জন করেছেন তা সত্যিই অসাধারণ- এ নিয়ে দ্বিমত নেই। কিন্তু তিনি মিন্ডি কালিং নন। তিনি অন্য দক্ষিণ এশীয় শিল্পীদের সাহায্য করছেন না। তিনি নিজের ক্যারিয়ারেই মনোযোগী। সবকিছুই তাঁর নিজের জন্য। অন্যদিকে মিন্ডি কালিং অন্যদের জন্য লেখেন, প্রযোজনা করেন এবং নতুন দক্ষিণ এশীয় মুখদের সুযোগ করে দেন, যা নারীদের জন্য অত্যন্ত কঠিন। Dharmendra: গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র! হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি? হলিউডের অভিজ্ঞতা নিয়ে তিনি আরও বলেন, সিনেমা-শিল্পের মধ্যেই কিছু শক্তিশালী গোষ্ঠী রয়েছে, যারা অন্যদের জন্য সিদ্ধান্ত ও সুযোগ নিয়ন্ত্রণ করে। শ্বেতা জানান, তিনি কখনও সেই চক্রের অংশ ছিলেন না, কারণ দীর্ঘসময় তিনি পরিবার ও সন্তানকে অগ্রাধিকার দিয়েছেন। যেখানে যেখানে কাজ আছে সেখানেই চক্র আছে। কিছু মানুষ নির্দিষ্ট লোককে সুযোগ দেয়, বারবার ডাকেন, এভাবেই নেটওয়ার্ক তৈরি হয়। দুর্ভাগ্যজনকভাবে, আমি কোনো দক্ষিণ এশীয় নেটওয়ার্কের অংশ নই। এখন আমার সন্তান বড় হয়েছে, তার বয়স ১২। ফলে এখন আমার জন্য কাজ করা সহজ হচ্ছে,” বলেন তিনি। Ankush Hazra Exclusive: 'আমার কী দোষ, ওর শিক্ষা', কেল্লাফতের নায়িকা রূপা গ্রেফতার হতেই মন খুলে স্পষ্টকথা অঙ্কুশের শ্বেতার বক্তব্যে স্পষ্ট- হলিউডে প্রতিভা থাকলেই যথেষ্ট নয়; নেটওয়ার্কিং, সমর্থন ব্যবস্থা এবং অন্যকে তুলে ধরার মানসিকতাও দরকার সফলতার পথ তৈরি করতে।
LPG Price in Kolkata: প্রতি মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের তুল্যমূল্য বিচার করে এবং সেই অনুযায়ী পর্যালোচনা করে দেশে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় বা কমায়। গত মাসে দাম বাড়লেও, নভেম্বর মাসের প্রথম দিনেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারে দাম সামান্য কমল। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
India-Bangladesh: ভারতের এই মহড়ার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক যে সময়ে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই (ISI) বাংলাদেশের অভ্যন্তরে নিজেদের কাজ শুরু করার সবুজ সঙ্কেত পেয়েছে, তাতে ভারতের উদ্বেগ বেড়েছে। আর তারপরই এবার সক্রিয় ভারতীয় সেনা।
ঘুরতে গিয়ে রেল স্টেশনে এই কাজ করেন না তো? এবার কড়কড়ে টাকা ফাইন দিতে রেডি থাকুন!
Indian Railways: যারা দূরপাল্লার ট্রেনে চেপে ঘুরতে গিয়েছেন, তারা নিশ্চয়ই এমন যাত্রীদের দেখেছেন, যারা ট্রেন দাঁড়াতেই ব্রাশ-পেস্ট নিয়ে নেমে পড়েন স্টেশনে দাঁত মাজতে। অনেকে আবার খাবারের বাসনও ধুয়ে নেন প্ল্যাটফর্মে থাকা পানীয় জলের বেসিন থেকে। যদি আপনিও এই কাজ করে থাকেন, তবে খুব সাবধান।
Murshidabad News: ওষুধের বদলে গিলে ফেললেন বোতলের ছিপি! বৃদ্ধকে মুত্যুর মুখ থেকে ফেরালেন চিকিৎসক
Medical Emergency: অবিশ্বাস্য কিন্তু সত্যি! ওষুধ খেতে গিয়ে গলায় আটকে গেল প্লাস্টিক বোতলের ছিপি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের চাঁদপুর এলাকায়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এক ৬৫ বছর বয়সী ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শারীরিক সমস্যার কারণে ওষুধ খাচ্ছিলেন ওই ব্যক্তি। অসাবধানতাবশত হাতে থাকা প্লাস্টিক বোতলের ছিপিটি মুখে ঢুকে যায় এবং গলায় আটকে যায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। শুরু হয় শ্বাসকষ্ট, তীব্র গলা ব্যথা ও কথা বলায় অসুবিধা। পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন ট্যাবলেটটি গলায় আটকে গেছে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকেলে তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে। আরও পড়ুন- West Bengal HS Result 2025:মাত্র ৩৯ দিনেই প্রকাশিত ফল! উচ্চ মাধ্যমিকে নতুন ইতিহাস গড়ল সংসদ সেখানে দায়িত্বে থাকা অভিজ্ঞ চিকিৎসক ডা. অভিজিৎ চৌধুরী (MBBS, MS, ENT সার্জন) রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে বুঝতে পারেন, গলার ভিতরে কোনও কঠিন বস্তু আটকে আছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্যে তিনি অপারেশন ছাড়াই নিরাপদে রোগীর গলা থেকে প্লাস্টিকের ছিপিটি বের করে আনেন। আরও পড়ুন- Bangladeshi detained:বর্ডার পেরিয়ে গুজরাটে, শেষমেশ পুলিশের জালে ১৭ বাংলাদেশি চিকিৎসকের তৎপরতা ও দক্ষতায় বর্তমানে রোগী সম্পূর্ণ সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা ও রোগীর পরিবার ডা. অভিজিৎ চৌধুরীর পেশাদারিত্ব ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আরও পড়ুন- SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি ঘটনার পর চিকিৎসক পরামর্শ দিয়েছেন, “ওষুধ খাওয়ার সময় বা মুখে কিছু নেওয়ার সময় এক মুহূর্তের অসাবধানতাও বড় বিপদের কারণ হতে পারে। তাই সবসময় সতর্ক থাকা জরুরি। একটু অসতর্ক হলেই বিপদের সম্ভাবনা থেকে যায়।”
IND W vs SA W : ২০২৫ মহিলা বিশ্বকাপ ফাইনাল (Women’s ODI World Cup 2025) ম্য়াচটি ভারত (Indian Women Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজন করা হচ্ছে। এই ফাইনাল ম্য়াচটি রবিবার (২ নভেম্বর) নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলা হবে। আইসিসি-র পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, মহিলা ক্রিকেট বিশ্বকাপে যে দল জয়লাভ করবে, তাদের মোটা অঙ্কের পুরস্কার মূল্য দেওয়া হবে। ২০২২ সালের তুলনায় এই বছরের পুরস্কার মূল্য ৪ গুণ বেড়ে গিয়েছে। IND W vs SA W Final, Weather Update: বৃষ্টিতে যদি ভেস্তে যায় ফাইনাল! ভারত না দক্ষিণ আফ্রিকা, কারা জিতবে বিশ্বকাপ? ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে পুরস্কার মূল্য কত? আইসিসি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ যে দল জয়লাভ করবে, তাদের হাতে ১৩.৮৮ মিলিয়ন ডলার পুরস্কার মূল্য তুলে দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা। প্রসঙ্গত, ২০২২ সালে নিউজিল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছিল। সেই বছর বিজয়ী দলের হাতে ৩.৫ মিলিয়ন ডলার পুরস্কার মূল্য তুলে দেওয়া হয়েছিল। ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ কোটি টাকা। সুতরাং, এই বছর পুরস্কার মূল্য ৪ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। IND W vs SA W Match Highlights: লড়েও জয় অধরা ভারতের, পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে হরমনপ্রীতরা? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালে আয়োজিত পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে যে পুরস্কার মূল্য দেওয়া হয়েছিল, ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে তার থেকেও বেশি দেওয়া হচ্ছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ভারতে আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্ট অস্ট্রেলিয়া জেতার পর ১০ মিলিয়ন ডলার পুরস্কার মূল্য গ্রহণ করেছিল। ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯ কোটি টাকা। IND W vs SA W: টিম ইন্ডিয়ার জন্য চরম দুঃসংবাদ, চিন্তা বাড়ল দলের তারকা ক্রিকেটারকে নিয়ে এখনও পর্যন্ত কোন কোন দল মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে? ভারত এবং দক্ষিণ আফ্রিকা এমন দুটো মহিলা ক্রিকেট দল, যারা এই প্রথমবার বিশ্বকাপ খেতাব জিততে পারে। এই দুটো দলের মধ্যে যারাই জিতুক না কেন, তারা প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের রেকর্ড সর্বাধিক রয়েছে অস্ট্রেলিয়ার দখলে। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল এখনও পর্যন্ত ৭ বার ওয়ানডে বিশ্বকাপের খেতাব জয় করেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ১৯৭৮, ১৯৮২, ১৯৮৮, ১৯৯৭, ২০১৩ এবং ২০২২ সালে মহিলাদের বিশ্বকাপ জয় করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তারা এখনও পর্যন্ত চারবার খেতাব জয় করেছে। ইংল্যান্ড ১৯৭৩, ১৯৯৩, ২০০৯ এবং ২০১৭ সালে বিশ্বকাপ ট্রফি জয় করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট দল এখনও পর্যন্ত মাত্র একবারই মহিলা ওয়ানডে বিশ্বকাপ খেতাব জয় করেছে। ২০০০ সালে তারা বিশ্বকাপ খেতাব জয় করেছিল।
Horoscope: আজকের রাশিফল ১/১১/২০২৫
কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope)মেষ/ Aries রাশিফল Rashifal : আজ আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন৷ আবেগ ... Read more The post Horoscope: আজকের রাশিফল ১/১১/২০২৫ first appeared on GNE Bangla .
Boyra Kali Temple: উত্তরবঙ্গের প্রাচীনতম জাগ্রত কালীমন্দির, বয়রায় আজও বাজে মায়ের নূপুরের ধ্বনি
Boyra Kali Temple: উত্তরবঙ্গের প্রাচীনতম এবং অন্যতম জাগ্রত পুজো হল বয়রা কালীমাতার পুজো। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ঠিক মাঝখানে, বালুরঘাট থেকে রায়গঞ্জগামী রাজ্য সড়কের ধারে অবস্থিত এই মন্দির আজও উত্তরবঙ্গের এক প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। বয়রা কালী মন্দিরের পূর্ব দিক দিয়ে বয়ে গেছে শ্রীমতী নদী, যার ধারেই রয়েছে শ্মশান। বর্তমানে যদিও শ্রীমতী নদী প্রায় শুকিয়ে গিয়ে তার তলদেশে ধান চাষ হয়, কিন্তু একসময় এই নদী ছিল খরস্রোতা। কথিত আছে, প্রাচীন কালে ডাকাতরা এই নদীপথে নৌকা নিয়ে কালিয়াগঞ্জে এসে ডাকাতি করত, আর সেই ডাকাতরাই বয়রা গাছের নীচে কালীমাতার পুজো দিত। সেই থেকেই নামের উৎপত্তি — বয়রা কালী। আরও পড়ুন- সেনা পাঠিয়েও ভাঙতে পারেননি ঔরঙ্গজেব, এই মন্দির স্বয়ং বিশ্বকর্মা বানিয়েছেন বলে বিশ্বাস ভক্তদের! প্রথম দিকে এই পুজো হত কাঁচা ঘরের ছোট্ট মন্দিরে। সময়ের সঙ্গে এলাকার বাসিন্দা ও ভক্তদের দানে আজ সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল ও মনোরম স্থাপত্যের বয়রা কালী মন্দির। ১৯৬২ সালে তৈরি হয় দেবীর বর্তমান মন্দির। দেবীর অষ্টধাতুর মূর্তি সোনার অলংকারে সজ্জিতা এবং প্রতিদিন ভক্তদের পুজো, আরতি আর দর্শনে মুখর থাকে মন্দির প্রাঙ্গণ। আরও পড়ুন- স্বাদ বদলান! দামে কুলোতে অল্প হলেও একবার খান ইচা মারা, মুখে লেগে থাকবে মন্দিরের পুরোহিত শ্যামল ভট্টাচার্য্য জানান, দীপাবলির রাতে মায়ের পুজো হয় বিশেষভাবে। পাঁচ রকমের মাছ ও পাঁচ রকমের সবজি দিয়ে মায়ের ভোগ প্রস্তুত হয়। হাজার হাজার ভক্ত সেই রাতে পুজো দিতে আসেন, মায়ের আরাধনায় অংশ নেন এবং ভোগ গ্রহণ করেন। আরও পড়ুন- একদিন আগেই নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন ইন্দিরা গান্ধী? দীপাবলির রাতে বয়রা কালীমন্দিরে থাকে উৎসবের আমেজ। রাতভর চলে কয়েকশো বলি, আর পরদিনও হাজার হাজার মানুষ মায়ের প্রসাদ পেতে ভিড় করেন। এত ভিড় সামলাতে পুলিশ ও প্রশাসনের ব্যস্ততা থাকে তুঙ্গে। বলা হয়, মা বয়রা কালী অত্যন্ত জাগ্রত — যিনি যে কামনা নিয়ে আসেন, মা তাঁর মনোবাসনা পূর্ণ করেন। আরও পড়ুন- রাজস্থানের বুন্দি, নীল শহরের সোপানকূপে সময়ের প্রতিধ্বনি পর্যটকদের হাতছানি দেয় বয়রা কালীকে ঘিরে অসংখ্য জনশ্রুতি প্রচলিত আছে। অনেকেই বিশ্বাস করেন, কালীপুজোর রাতে মা বয়রা কালী শহর পরিক্রমায় বের হন, এবং মায়ের নূপুরের আওয়াজ কেউ কেউ নিজের কানে শুনেছেন। ইতিহাস বলছে, এই মন্দিরের পাশ দিয়েই ১৯২৮ সালে কালিয়াগঞ্জে রেললাইন তৈরি হয়। সেই রেলপথেই নাকি কালিয়াগঞ্জ হয়ে রায়গঞ্জ গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীরাও নাকি আশ্রয় নিতেন কালিয়াগঞ্জের মজলিশপুর এলাকায়। আজও বংশপরম্পরায় পুরোহিত পরিবার মায়ের পুজো চালিয়ে যাচ্ছেন। বয়রা কালীমন্দির কেবল এক ধর্মীয় স্থান নয়, এটি উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। শতাব্দীপ্রাচীন এই মন্দিরে একবার গেলে বোঝা যায়, কেন এখানকার মানুষ মা বয়রা কালীর প্রতি এত বিশ্বাস ও ভক্তি পোষণ করেন। প্রতিদিনই ভোর থেকে শুরু হয় পুজো, আর সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে প্রদীপের আলো, ঘণ্টাধ্বনি, ও ভক্তদের প্রার্থনায়। দূরদূরান্ত থেকে মানুষ আসেন মানত করতে, মায়ের আশীর্বাদ পেতে, আর ফিরে যান শান্তি এবং তৃপ্তি নিয়ে।
Ajker Rashifal Bengali, 1 November 2025: আজকের দিনটি শুরু হোক ইতিবাচক শক্তি দিয়ে। সূর্য ও মঙ্গলের প্রভাব আজ বেশি থাকবে। যাঁদের আজ জন্মদিন, তাঁরা বৃশ্চিক রাশির জাতক/জাতিকা — জীবনে নেতৃত্ব, আত্মবিশ্বাস ও অধ্যবসায় থাকবে প্রবল। এদের শুভ সংখ্যা ১, ১০, ১৯, ২৮। শুভ রত্ন রুবি, রক্তপ্রবাল। শুভ রং লাল এবং কমলা। শুভ সময়:- ভোর ৬টা ১৪–৭টা ০৫, সকাল ৮টা ৪৯–১০টা ০১, দুপুর ১২টা ১৩–৩টা ০৮, বিকাল ৩টা ৫২–৫টা ২৪, রাত ১টা ০৯–৩টা ৪৫। এই তিথিতে চন্দ্র, কুম্ভ রাশিতে অবস্থান করবে। মেষ/ Aries রাশিফল Rashifal আয় রোজগারে উন্নতির দিন। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। বন্ধু ও বড় ভাই-বোনের সহযোগিতা পেতে পারেন। শুভ সংখ্যা: ৪৭। আরও পড়ুন- সেনা পাঠিয়েও ভাঙতে পারেননি ঔরঙ্গজেব, এই মন্দির স্বয়ং বিশ্বকর্মা বানিয়েছেন বলে বিশ্বাস ভক্তদের! বৃষ/ Taurus রাশিফল Rashifal কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। প্রভাবশালী ব্যক্তির সহায়তা মিলবে। গৃহস্থালি জীবনে পিতার সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, সতর্ক থাকুন। শুভ সংখ্যা: ৬৮। আরও পড়ুন- স্বাদ বদলান! দামে কুলোতে অল্প হলেও একবার খান ইচা মারা, মুখে লেগে থাকবে মিথুন/ Gemini রাশিফল Rashifal ভাগ্য উজ্জ্বল থাকবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সময় কাটাতে পারেন। বিদেশযাত্রা বা উচ্চশিক্ষার পথে শুভ সময়। শুভ সংখ্যা: ৫৬। আরও পড়ুন- একদিন আগেই নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন ইন্দিরা গান্ধী? কর্কট/ Cancer রাশিফল Rashifal দূরের ভ্রমণে ঝুঁকি আছে, সম্ভব হলে এড়িয়ে চলুন। চিকিৎসা ও ফার্মা পেশায় যুক্তদের আয়ের সম্ভাবনা বেশি। শুভ সংখ্যা: ৪৬। আরও পড়ুন- রাজস্থানের বুন্দি, নীল শহরের সোপানকূপে সময়ের প্রতিধ্বনি পর্যটকদের হাতছানি দেয় সিংহ/ Leo রাশিফল Rashifal দাম্পত্য জীবনে কিছু মানসিক চাপ আসতে পারে। অংশীদারিত্ব ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে, ঠান্ডা মাথায় সামলান। শুভ সংখ্যা: ৩৩। কন্যা/ Virgo রাশিফল Rashifal স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। কাজের জায়গায় সহকর্মীর সাথে মতবিরোধ হতে পারে। রাগ নিয়ন্ত্রণ করুন, তাহলেই সফলতা পাবেন। শুভ সংখ্যা: ৬৭। তুলা/ Libra রাশিফল Rashifal সৃজনশীল কাজে সাফল্য আসবে। প্রেম ও পারিবারিক জীবনে আনন্দ থাকবে। সন্তানদের সাফল্যে খুশি হবেন। শুভ সংখ্যা: ৫০। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal গৃহস্থালি কাজে অগ্রগতি হলেও আত্মীয়দের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে। স্থাবর সম্পত্তি বিষয়ে সিদ্ধান্তে সতর্ক থাকুন। শুভ সংখ্যা: ৩৫। ধনু/ Sagitarious রাশিফল Rashifal মধ্যস্থতার কাজে লাভবান হবেন। গণমাধ্যম বা লেখালেখির কাজে সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা: ৭৪। মকর/ Capricorn রাশিফল Rashifal ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ পাবেন। আত্মীয়দের সহায়তা লাভ করবেন। বকেয়া টাকা ফেরত আসবে। শুভ সংখ্যা: ২০। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal সাংসারিক বিষয়ে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। তবে বিদেশযাত্রার ক্ষেত্রে শুভ সময়। জীবনসঙ্গীর সমর্থন পাবেন। শুভ সংখ্যা: ২০ মীন/ Pisces রাশিফল Rashifal ব্যয়ের দিক কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রবাসী ভাই-বোনের সাহায্য পাবেন। ভ্রমণ বা ট্রাভেল ব্যবসায় ভালো আয় হবে। শুভ সংখ্যা: ২৩। আজকের দিনটি মিশ্র প্রভাবের হলেও, সঠিক সিদ্ধান্ত ও ধৈর্য আপনাকে এগিয়ে দেবে। নিজের শুভ রং ও সময় মেনে চললে দিনটি হবে ইতিবাচক।
Horoscope Today: মাসের শুরুটা কেমন যাবে? জেনে নিন রাশিফল
Horoscope Today on 01 november 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
শুটিংয়ের মাঝে ‘চোখে অন্ধকার’! হাসপাতাল থেকে ফিরে অভিজ্ঞতা শোনালেন শ্রীময়ী
তিনদিন ভর্তি ছিলেন হাসপাতালে, কী হয়েছিল কাঞ্চনপত্নীর?
ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করে সুপার কাপ থেকে বিদায়, ম্যানেজমেন্টের ঘাড়ে ‘দোষ’দিলেন মোলিনা
‘মাস্ট উইন’ ম্যাচে মোহনবাগান কোচ মোলিনার রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠতে বাধ্য।
Top 5 Sports News: শুক্রবার (৩১ অক্টোবর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ভারতীয় ক্রিকেট দল মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল। সেকারণে কেঁদে ফেললেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচ খেলতে নেমে হেরে গেল সূর্যকুমার যাদবের দল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। কাঁদলেন হরমনপ্রীত ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নেমেছিল ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে জয়লাভ করে। সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের পর আবেগে ভাসলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। সাপোর্ট স্টাফদের জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে শুরু করলেন তিনি। বিস্তারিত পড়ুন: IND W vs AUS W News Update: বাঁধ মানল না চোখের জল, ভারত জিততেই কেঁদে ভাসালেন হরমনপ্রীত! টিম ইন্ডিয়ার পরাজয় অন্যদিকে, শুক্রবার (৩১ অক্টোবর) ভারতের (India vs Australia) পুরুষ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচ খেলতে নেমেছিল। এই ম্য়াচে তারা ৫ উইকেটে হেরে যায়। জস হ্যাজেলউডের সামনে ব্যাটিং বিপর্যয় ঘটে টিম ইন্ডিয়ার। বিস্তারিত পড়ুন: Ind vs Aus HIghlights Cricket Score, 2nd T20I: লজ্জার হার ভারতের, কী বললেন ক্যাপ্টেন সূর্যকুমার? বড় কথা বললেন জেমিমা মহিলা বিশ্বকাপের সেমিফাইনাল ম্য়াচে ঐতিহাসিক জয়ের পর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জেমিমা (Jemimah Rodrigues)। পাশাপাশি তিনি নিজের মানসিক অবস্থা নিয়েও মুখ খুলেছেন। ২০২৫ বিশ্বকাপের শুরুটা একেবারে ভাল করতে পারেননি জেমিমা। সেকারণে তাঁর উপরে যথেষ্ট চাপও ছিল। জানালেন, সেকারণে প্রতিদিন রাতে কাঁদতেন তিনি। এমনকী, মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন। বিস্তারিত পড়ুন: IND W vs AUS W, Jemimah Rodrigues: 'প্রতি রাতে কেঁদেছি, আমার মা-বাবা...', ভারতকে জিতিয়ে গোপন কথা ফাঁস করলেন জেমিমা সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল শেষ হল ২০২৫ সুপার কাপে কলকাতা ডার্বি ম্য়াচ। শুক্রবার (৩১ অক্টোবর) গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হয়। ম্যাচের আগে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (East Bengal FC) লড়াইকে কেন্দ্র করে যে চরম উত্তেজনা তৈরি হয়েছিল, সেই প্রভাব কিন্তু খেলায় দেখতে পাওয়া গেল না। হতে পারে, ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। কিন্তু, গোটা ম্য়াচ জুড়ে ইস্টবেঙ্গল যে দাপট দেখাল, তা সত্যিই প্রশংসনীয়। বিস্তারিত পড়ুন: East Bengal FC News: কোন অঙ্কে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল? বুঝে নিন জটিল অঙ্ক কাঠগড়ায় হোসে মলিনা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করতেই তোপের মুখে পড়েছেন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) দলের হেড কোচ হোসে মলিনা। দলে একাধিক বিদেশি ফুটবলার থাকা সত্ত্বেও তিনি ম্যাকলারেন ছাড়া বাকিদের দ্বিতীয়ার্ধে মাঠে নামান। কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তারিত পড়ুন: Mohun Bagan Super Giant: মলিনার পাকামিতেই তছনছ বাগান? হাতছাড়া সুপার কাপের সেমিফাইনাল
রোনাল্ডোর লিগে খেলতে চেয়েছিলেন মেসি! সটান ‘না’সৌদি আরবের, কিন্তু কেন?
কেনই বা সৌদি লিগে খেলতে চেয়েছিলেন মেসি?
Mohun Bagan Super Giant: মলিনার পাকামিতেই তছনছ বাগান? হাতছাড়া সুপার কাপের সেমিফাইনাল
Black Cat Meaning: অক্টোবরের শেষ মানেই হ্যালোইনের আবহ। কুমড়োর আলো, জাদুকরের পোশাক, আর সঙ্গে কালো বিড়াল— যেন রহস্যের প্রতীক। কিন্তু ভাবুন তো, এই কালো বিড়াল কেন ভয়ের বা অশুভ ভাবনার প্রতীক হয়ে উঠল? আসলে, কালো বিড়ালের ইতিহাস শুধু কুসংস্কারের নয়, বরং পুরনো সংস্কৃতি, ধর্ম আর বিশ্বাসের গভীর গল্প। ইউরোপের মধ্যযুগে অনেকেই বিশ্বাস করত, জাদুকররা (witches) তাঁদের আত্মা বিড়ালের শরীরে পাঠাতে পারত। কালো রং অন্ধকার আর রহস্যের প্রতীক হওয়ায়, কালো বিড়ালকে 'অশুভ আত্মার সঙ্গী' হিসেবে দেখা হত। এই ধারণাই পরবর্তীকালে ছড়িয়ে পড়ে আমেরিকা-সহ পশ্চিমের হ্যালোইন সংস্কৃতিতে। আরও পড়ুন- ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের মডেল! ক্ষয়ক্ষতির দিনগুলো পেরিয়ে কোন কৌশলে সফল ওড়িশা? বিভিন্ন সংস্কৃতিতে কালো বিড়াল সব সংস্কৃতিতে কিন্তু কালো বিড়ালকে অশুভ বলা হয়নি। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে কালো বিড়ালকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। জাপানে কালো বিড়াল অর্থ সুস্বাস্থ্য ও সম্পদ, এমনকী বলা হয়— কালো বিড়াল থাকা মানে প্রেমে ভাগ্য খোলে! জাহাজেও কালো বিড়াল রাখা হত ঝড় থেকে রক্ষা আর ইঁদুর দমনের উদ্দেশ্যে। আরও পড়ুন- এসআইআর নিয়ে আতঙ্কে? ভোটার তালিকায় নাম রাখতে কী করবেন, জানুন ধাপগুলো প্রাচীন মিশরে 'বাস্টেট' দেবী ছিলেন মাতৃত্ব, সংগীত ও আনন্দের রক্ষক। তাঁকে কালো বিড়াল রূপে পূজা করা হত। তাঁর প্রতীক আজও অনেকে বাড়িতে রাখেন সুরক্ষা আর ইতিবাচক শক্তির আশ্রয় পাওয়ার জন্য। কালো রং আসলে জেনেটিক্সের কারণে — একটি বিশেষ বি জেন (B gene) বিড়ালের শরীরে গাঢ় রঙ এনে দেয়। অধিকাংশ কালো বিড়াল পুরুষ, কারণ এই জিনটি এক্স (X) ক্রোমোজোমে থাকে। আরও পড়ুন- ORS যুদ্ধে ডা. শিবরঞ্জনীর বিরাট জয়! রক্ষা পেল কয়েক কোটি শিশু এডগার অ্যালান পো-এর বিখ্যাত গল্প 'দ্য ব্ল্যাক ক্যাট' (The Black Cat) কালো বিড়ালের রহস্যকে নতুন মাত্রা দিয়েছে। আধুনিক কালে কিশোরী তান্ত্রিক সাবরিনা (Sabrina the Teenage Witch), সেইলর মুন (Sailor Moon) এবং টিম বার্টনের চলচ্চিত্রে কালো বিড়ালকে স্বাধীনতা, আত্মবিশ্বাস আর রহস্যময় সৌন্দর্যের প্রতীক হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। Black Panther সিনেমার পর অনেকেই কালো বিড়াল পোষেন এবং তাদের নাম রাখেন, 'T Challa' বা 'Shuri'। আজকের দিনে কালো বিড়াল হল- এলিগেন্স, রহস্য আর স্বাধীনতার প্রতীক।
Super Cup 2025 |মোহনবাগানের বিদায়, সুপার কাপের ডার্বিতে ড্র করেই সেমিফাইনালে ইস্টবেঙ্গল
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জয় নয় মোহনবাগানের বিরুদ্ধে ড্র করেই সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ম্যাচ জিততে না পারায় বিদায় নিতে হল মোহনবাগানকে। শুক্রবার গোয়ায় মুখোমুখি হয়ে ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুই দলের সাফল্যেই লুকিয়ে ছিল শেষ চারের টিকিট। সুপার কাপের সেমিফাইনালে উঠতে ড্র যথেষ্ট ছিল ইস্টবেঙ্গলের। অন্য দিকে মোহনবাগানকে […] The post Super Cup 2025 | মোহনবাগানের বিদায়, সুপার কাপের ডার্বিতে ড্র করেই সেমিফাইনালে ইস্টবেঙ্গল appeared first on Uttarbanga Sambad .
DEV-Kunal: ‘দারুণ অভিনেতা’, কুণালের পিঠ চাপড়ে বললেন দেব, তাহলে কি আমে দুধে মিশে গেল…
DEV-Kunal Ghosh: টেকনিশিয়ান স্টুডিয়ো। শুক্রবার সন্ধ্যায় সেখানে বসেছিল চাঁদের হাট। নেপথ্যে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল সিনে ফেডারেশন। সেখানে হাজির ছিল 'দুই পৃথিবী'! জিৎ-দেব! ছিলেন আবির, শিবপ্রসাদ আরও অনেকে। সন্ধ্যার কিছু পরে সেই মঞ্চে আসেন কুণাল ঘোষ। জিৎ-দেব-কুণাল সবাই তখন এক মঞ্চে। সবাইকেই সম্বর্ধনা দিচ্ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।
সংখ্যালঘু নির্যাতন থেকে জলবায়ু পরিবর্তন, রাষ্ট্রসংঘের বক্তব্যে মুগ্ধ করলেন সৌমিত্র খাঁ
আন্তর্জাতিক বিচারালয়ের এক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।
‘আমরা ভারতের সেরা ক্লাবগুলোর সমান’, সেমিতে উঠে হুঙ্কার অস্কারের, ‘উন্নতির’আশায় মোলিনা
সুপার কাপ থেকে ছিটকে একরাশ ক্ষোভ উগরে দিলেন মোলিনা।
East Bengal FC News: কোন অঙ্কে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল? বুঝে নিন জটিল অঙ্ক
Super Cup 2025: শেষ হল ২০২৫ সুপার কাপে কলকাতা ডার্বি (Kolkata Derby) ম্য়াচ। শুক্রবার (৩১ অক্টোবর) গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হয়। ম্যাচের আগে মোহনবাগান (Mohun Bagan Super Giant) বনাম ইস্টবেঙ্গল (East Bengal FC) লড়াইকে কেন্দ্র করে যে চরম উত্তেজনা তৈরি হয়েছিল, সেই প্রভাব কিন্তু খেলায় দেখতে পাওয়া গেল না। হতে পারে, ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। কিন্তু, গোটা ম্য়াচ জুড়ে ইস্টবেঙ্গল যে দাপট দেখাল, তা সত্যিই প্রশংসনীয়। এই ম্য়াচের প্রথম থেকেই ইস্টবেঙ্গল এফসি-র আক্রমণ ছিল চোখে পড়ার মতো। মিগুয়েল বারংবার মোহনবাগানের বক্সে বল বাড়াচ্ছিলেন। প্রথমার্ধে যদি বিপিন সিংয়ের হেডটা ক্রসবারে না লাগত, তাহলে হয়ত এই ম্য়াচের ফলাফল আলাদা হতেও পারত। তবে একটা কথা স্বীকার করতেই হবে। মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গলের আক্রমণে অনেক বেশি বৈচিত্র্য ছিল। Mohun Bagan Super Giant vs East Bengal FC Live Football Score, Super Cup 2025: সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের, সেমিফাইনালে ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও ঘুম ভাঙে মোহনবাগানের। তারা প্রতি আক্রমণের রাস্তায় হাঁটতে শুরু করে। কিন্তু, শেষপর্যন্ত কাজের কাজটা তারা করতে পারেনি। যে ম্যাচে মেরিনার্সদের সামনে জয় ছাড়া কোনও বিকল্প পথ খোলা ছিল না, সেখানে তারা তুলনামূলক অনেকটাই নিষ্প্রভ পারফরম্য়ান্স করেছিল। অন্যদিকে, ইস্টবেঙ্গলের কাছে ম্য়াচটা ড্র করতে পারলেই ছিল কেল্লাফতে। অনায়াসে তারা রক্ষণাত্মক ফুটবল উপহার দিতে পারত। উলটে তাদের মধ্যেই জয়ের তাগিদটা অনেক বেশি চোখে পড়ল। East Bengal FC News Update: অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, ডার্বির আগে 'বিস্ফোরক' অস্কার! কোন অঙ্কে সেমিফাইনালে উঠল ইস্টবেঙ্গল? এই টুর্নামেন্টে শুরু থেকে ডেম্পো এসসি-কে কার্যত ধর্তব্যের মধ্য়ে রাখেনি কেউ। বিশেষ করে বাঙালি ফুটবল সমর্থকরা তো নয়ই। কিন্তু, গোয়ার এই স্থানীয় ফুটবল ক্লাবটাই যে সবথেকে বড় ফ্যাক্টর হয়ে উঠবে, সেটা কার্যত কেউ কল্পনা করতে পারেননি। প্রথমে ইস্টবেঙ্গল, তারপর মোহনবাগান। কলকাতার এই শতাব্দী প্রাচীন ২ ফুটবল ক্লাবকে তারা আটকে দেয়। আর এটাই টুর্নামেন্টের গ্রুপ এ-তে সবথেকে বড় টার্নিং পয়েন্ট হয়ে যায়। East Bengal FC Latest News: এক জয়েই বাজিমাত, মোহনবাগানকে টপকে শীর্ষে ইস্টবেঙ্গল কারণ, এই গ্রুপে থাকা তৃতীয় দল চেন্নাইন এফসি-কে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলই পরাস্ত করেছে। কিন্তু, এখানেই লুকিয়ে রয়েছে আসল অঙ্ক। মোহনবাগান যেখানে ২-০ গোলে জয়লাভ করেছিল, সেখানে ইস্টবেঙ্গল বাজিমাত করে ৪-০ গোলে। সুতরাং মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল ২ গোলের পার্থক্যে এগিয়ে ছিল। গ্রুপ পর্বের শেষে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলের ঝুলিতেই ৬ পয়েন্ট করে রয়েছে। কিন্তু, ওই দু'গোলের পার্থক্যটাই মোহনবাগানকে এই টুর্নামেন্ট থেকে ছিটকে দিল। East Bengal FC Win: গোল তো করলেন, আদৌ 'হিরো' হতে পারলেন হিরোশি? বলতে কোনও বাধা নেই, শুক্রবার ইস্টবেঙ্গল এফসি যে খেলাটা উপহার দিল, সেটা সাম্প্রতিককালে তাদের অন্যতম সেরা পারফরম্যান্স। লাল-হলুদ ব্রিগেডের এই লড়াই কলকাতা ময়দান অনেকদিন মনে রাখবে। সম্প্রতি, আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানের কাছে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। সেটাও আবার টাই-ব্রেকারে। তা নিয়ে অবশ্য কম সমালোচনা হয়নি। দায়িত্ব ছেড়ে দিয়েছেন দলের গোলকিপার-কোচ সন্দীপ নন্দী। সবমিলিয়ে ইস্টবেঙ্গলের উপর অবশ্যই চাপ ছিল। শিল্ড ফাইনালে হারের সেই জ্বালা সুপার কাপে যে কিছুটা হলেও মিটল, তা বলা যেতেই পারে।
Asia Cup Trophy |এক-দু’দিনের মধ্যেই ভারতে পৌঁছাবে এশিয়া কাপের ট্রফি! নইলে কোন পথে হাঁটবে বিসিসিআই?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এখনও ভারত হাতে পায়নি এশিয়া কাপ ২০২৫-এর ট্রফি। ফের শুরু হয়েছে নতুন জটিলতা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আশা করছে আগামী এক-দু’দিনের মধ্যেই এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফিটি তাদের কর্পোরেট অফিসে এসে পৌঁছাবে। যদি সেটি না পৌঁছায় তাহলে ৪ নভেম্বর আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) বৈঠকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবে বোর্ড। দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া […] The post Asia Cup Trophy | এক-দু’দিনের মধ্যেই ভারতে পৌঁছাবে এশিয়া কাপের ট্রফি! নইলে কোন পথে হাঁটবে বিসিসিআই? appeared first on Uttarbanga Sambad .
Elon Musk: মাস্কের চোখে চূড়ান্ত কলকাতা, শহরে এবার তৈরি হবে আর্থ গেটওয়ে
Elon Musk to Build Gateway Station: বিদেশি নয়, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মেনে কোনও ভারতীয় দ্বারাই পরিচালিত হবে স্টারলিঙ্কের গেটওয়ে স্টেশন। স্টারলিঙ্কের ভারতে আগমন নিয়ে একটি বিতর্ক বারংবার মাথা চাড়া দিয়েছে তা হল, নিরাপত্তা। এই বিদেশি পরিচালক আনার নেপথ্যেও দানা বেঁধেছিল সেই একই তত্ত্ব। নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় পরিচালক নিয়োগের নির্দেশ দিয়েছে শাহের দফতর।
Gold Investment Explained: ডিজিটাল সোনায় বিনিয়োগ করতে ETF ভালো নাকি Mutual Funds?
Digital Gold Investment: দোকান থেকে সোনা কেনা ও সেই সোনা সংরক্ষণের ঝামেলা এড়াতে অনেকেই এখন ঝুঁকছেন ডিজিটাল সোনার দিকে। কিন্তু প্রশ্ন হল, গোল্ড ইটিএফ ও গোল্ড মিউচুয়াল ফান্ড; এই দু'য়ের মধ্যে কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে সেটা আপনার জন্য ভাল হবে?
Howrah: ফের ১২টি ট্রেন বাতিল হওড়া শাখায়, দেখে নিন পুরো তালিকা
Local Train cancellation: সাম্প্রতিককালে শুধু হাওড়া ডিভিশনে নয়, শিয়ালদহ শাখাও লাগাতার বাতিল থেকে লোকাল ট্রেন। সিগন্যাল, ট্র্যাক, ওভারহেডের রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘসময় ধরে চলেছে কাজ। দফায় দফায় চলেছে ট্রেন বাতিল। তবে যাত্রী দুর্ভোগ কিছুটা কমাতে সিংহভাগ ক্ষেত্রেই সপ্তাহান্তেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Skin Care Tips in Winter: শীতে ত্বক থাকবে কোমল ও উজ্জ্বল, আপনার রক্ষাকবচ হতে পারে এই উপাদানগুলি
শীতকাল মানেই শুষ্ক, শীতল বাতাস এবং ত্বকের আর্দ্রতা কমে যাওয়া। তাই এই সময়ে ত্বককে রুক্ষতা ও প্রাণহীন অবস্থা থেকে রক্ষা করতে বিশেষ যত্নের প্রয়োজন। বাজারের রাসায়নিকযুক্ত প্রসাধনীর পাশাপাশি, আমাদের ঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদানই হতে পারে আপনার ত্বকের জন্য সেরা রক্ষাকবচ।
IMF Warns USA: আর তেলা মাথায় তেল দেওয়া নয়! আমেরিকাকে সতর্ক করল আন্তর্জাতিক অর্থ ভান্ডার
IMF on USA Debt Crisis: প্রতি পদে পদে ঋষিবাক্য মেনে চলেছি একাংশের ভারতীয়। ঋণ নিয়ে শখ-আহ্লাদ মেটাচ্ছে তাঁরা। স্বেচ্ছায় গলা বাড়িয়ে দিচ্ছে ইএমআই-এর হাঁড়িকাঠে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ, আমেরিকারও হয়েছে এমন দশা।
Kailasa Temple Mystery: ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলার ইলোরা গুহার মধ্যে অবস্থিত এক বিস্ময়কর সৃষ্টি— কৈলাস মন্দির। প্রায় অষ্টম শতাব্দীতে সম্পূর্ণ একটি পাহাড় খোদাই করে তৈরি করা হয় এই মন্দির, যা আজও বিশ্বের একমাত্র 'মনোলিথিক' বা এক-পাথর খোদাই করা শিব মন্দির। এই মন্দিরকে ঘিরে আজও অসংখ্য রহস্য ও তত্ত্ব প্রচলিত। ইতিহাস, স্থাপত্য, ধর্ম— সব মিলিয়ে কৈলাস মন্দির যেন এক অজানা সভ্যতার নিদর্শন। এক পাহাড় থেকে জন্ম নেওয়া মন্দির কৈলাস মন্দির তৈরি করা হয়েছে পুরোপুরি একটি পাহাড় কেটে। এটি কোনও ইট-পাথর জোড়া দিয়ে বানানো নয়— বরং একটি বিশাল পাথরের পাহাড় খোদাই করে, ওপরের দিক থেকে নীচের দিকে কাটতে কাটতে পুরো মন্দিরটি গড়ে তোলা হয়েছে। স্থপতি ও প্রত্নতাত্ত্বিকদের মতে, প্রায় ৪ লক্ষ টন পাথর সরানো হয়েছিল এই কাজের সময়, যা আজকের যুগে অত্যন্ত কঠিন। আরও পড়ুন- স্বাদ বদলান! দামে কুলোতে অল্প হলেও একবার খান ইচা মারা, মুখে লেগে থাকবে কৈলাস মন্দিরের নির্মাণ সম্রাট ১ম কৃষ্ণ-র শাসনকালে হয়েছিল বলে অনুমান। কিন্তু প্রশ্ন থেকেই যায় — তখনকার যুগে, যখন আধুনিক যন্ত্র বা ক্রেনের অস্তিত্বই ছিল না, তখন কীভাবে এমন নিখুঁত খোদাই সম্ভব হয়েছিল? এই মন্দিরের ছাদ, সিঁড়ি, স্তম্ভ, ভাস্কর্য— প্রতিটি জায়গায় এত সূক্ষ্ম কাজ করা হয়েছে যে, আধুনিক প্রযুক্তিতেও তা পুনর্নির্মাণ করা কার্যত অসম্ভব বলে মনে করেন অনেক বিশেষজ্ঞই। আরও পড়ুন- একদিন আগেই নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন ইন্দিরা গান্ধী? ঔরঙ্গাবাদের কৈলাস মন্দিরের নীচে রয়েছে একটি গোপন গুহা পথ, যা বহু বছর ধরে বন্ধ রাখা হয়েছে। ১৮৭৬ সালে ব্রিটিশ লেখক ইমান হেনরিক তাঁর বইয়ে জানিয়েছেন— এক ইংরেজ অভিযাত্রী এই গুহায় প্রবেশ করে নীচে আরেকটি মন্দিরের মত জায়গা দেখেছিলেন। সেখানে কিছু রহস্যময় মানুষের উপস্থিতিও তিনি লক্ষ্য করেছিলেন।এই ঘটনার পর থেকে সেই গুহা সরকারি নির্দেশে বন্ধ করে দেওয়া হয়। আজও তার প্রবেশপথ রহস্যে ঢাকা। আরও পড়ুন- রাজস্থানের বুন্দি, নীল শহরের সোপানকূপে সময়ের প্রতিধ্বনি পর্যটকদের হাতছানি দেয় ইতিহাস বলছে, ১৬৮২ সালে সম্রাট ঔরঙ্গজেব কৈলাস মন্দির ধ্বংস করতে সৈন্য পাঠান। তিন বছর ধরে প্রচেষ্টা চললেও, এক হাজার সৈন্যও মন্দিরটির একটি অংশও ক্ষতিগ্রস্ত করতে পারেননি। শেষ পর্যন্ত ঔরঙ্গজেব নিজেই আদেশ দেন কাজ বন্ধ করতে। এই ঘটনা এই মন্দিরের রহস্যকে আরও গভীর করে তুলেছে। আরও পড়ুন- চিনপাই গ্রামের বড়মা সিদ্ধেশ্বরী, যাঁর দর্শনে পূর্ণ হয় ভক্তের মনস্কামনা! বিজ্ঞানীরা আজও নিশ্চিতভাবে বলতে পারেননি কীভাবে এমন একটি মন্দির তৈরি হয়েছিল। কেউ বলেন, এটি অতিপ্রাচীন ভারতীয় প্রকৌশলের নিদর্শন, কেউ আবার মনে করেন — এটি এলিয়েন টেকনোলজির ফল। ভক্তদের ধারণা, এই মন্দির হয়তো ভিনগ্রহের উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি। তবে ঐতিহাসিকরা মনে করেন, ভারতীয় স্থপতিরা সেই সময়েই অসাধারণ গাণিতিক দক্ষতা ও নির্মাণ কৌশল জানতেন, যা আজও বিস্ময় জাগায়। মন্দিরের ছাদে রয়েছে এমন বিশেষ নকশা যার ফলে বৃষ্টির জল সহজে নিষ্কাশিত হয় — একপ্রকার প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেম। অভ্যন্তরীণ খিলান, ভাস্কর্য ও থামগুলি এমনভাবে কাটা হয়েছে যে শতাব্দীর পর শতাব্দী কেটে গেলেও কাঠামোতে কোনো ফাটল দেখা যায়নি। আজ এটি ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। প্রতিদিন কয়েক হাজার পর্যটক এখানে আসেন, কিন্তু এখনও এর প্রতিটি কোণে লুকিয়ে আছে অজানা রহস্য, অসমাপ্ত প্রশ্ন, আর এক অসীম বিস্ময়। কৈলাস মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়— এটি ভারতের প্রাচীন জ্ঞান, স্থাপত্য আর আধ্যাত্মিকতার এক জীবন্ত সাক্ষী।
Sheeshmahal in Chandigarh: দিল্লি পেরিয়ে চণ্ডীগড়, কেজরীবালের জন্য তৈরি নতুন ‘শিশমহল’?
BJP Slams Kejriwal over Chandigarh Sheeshmahal: নিজেদের দাবিকে যুক্তি সাপেক্ষ করতে সেই প্রায় নির্মীয়মান বাংলোর একটি ছবিও পোস্ট করেছে তাঁরা। বোঝা যাচ্ছে, ছবিটি কিছুটা স্যাটেলাইট ছবির মতো। যাতে দেখা গিয়েছে, চণ্ডীগড়ের সেক্টর ২- এ বিস্তর ফাঁকা এলাকার মাঝে তৈরি হচ্ছে বিরাট একটি প্রাসাদ। তবে বিজেপির এই সব দাবিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ আম আদমি পার্টি।
Mount Kailash: বারবার চেষ্টা চালিয়েছেন পর্বতারোহীরা, কিন্তু সাফল্য আসেনি। ২০০১ সালে চিনের একদল গবেষক রহস্য সমাধানে মাঠে নামেন। পাঠানো হয় একটি হেলিকপ্টার। আবহাওয়াও এক্কেবারে পরিষ্কার ছিল, কোনও সমস্যা ছিল না। সূত্রের খবর, তবুও হেলিকপ্টারটি অকারণে ভেঙে পড়ে।
Dharmendra: গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র! হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি?
প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র, যিনি শীঘ্রই ৯০ বছরে পা রাখবেন, সম্প্রতি, মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরের শুরুতেই ধর্মেন্দ্র কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে চোখের গ্রাফট সার্জারি করিয়েছিলেন। সেই সময় তাঁকে ডান চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতাল থেকে বের হতে দেখা যায়, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছিল। ভিডিওটি দেখে হাজার হাজার ভক্ত এবং বলিউড তারকারা তাঁর সুস্থতার জন্য শুভকামনা জানান। সেই সময় ধর্মেন্দ্র সকলকে আশ্বস্ত করে বলেন, “আমি এখনও অনেক শক্তিশালী। এখনও অনেক দম আছে আমার মধ্যে। অপারেশন হয়েছে, কিন্তু আমি ভালো আছি। আমার ভক্তদের জন্য সবসময় ভালোবাসা রইল।” Tollywood: ঐতিহাসিক মুহূর্ত টলিউডে! 'পেছনে ওটা কে?' হইহই নেটপাড়ায় এদিকে বর্ষীয়ান অভিনেতা এবার হাসপাতালে ভর্তি হতেই উদ্বিগ্ন ভক্তরা। কী হল তাঁর? এমনটাই প্রশ্ন তাঁদের। তাঁর টিম কী জানিয়েছে? কী এমন হয়েছে তাঁর? তারা জানিয়েছেন, এই ভর্তি হওয়া কোনও জরুরি চিকিৎসা পরিস্থিতি নয়; বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং কিছু সাধারণ চিকিৎসার জন্যই তাঁর হাসপাতালে যাওয়া। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এটি সম্পূর্ণ রুটিন চেকআপ। প্রয়োজনীয় কিছু মেডিকেল পরীক্ষা করা হচ্ছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি রয়েছেন। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানায়, তাঁর স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল এবং উদ্বেগের কোনও কারণ নেই। হ্যালোইনে ধীরের ব্যোমকেশ রূপ- বাবার পথেই ছোট গোয়েন্দা? সরলতা এবং অকৃত্রিম আচরণের জন্য দীর্ঘদিন ধরেই দর্শকদের মন জয় করে আসছেন এই কিংবদন্তি অভিনেতা। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ফুল অউর পাথর’–সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে তাঁর স্মরণীয় অভিনয় আজও দর্শকদের মনে অমলিন। বয়সের ভার থাকা সত্ত্বেও তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। মাঝে মাঝে তাঁর ফিটনেস রুটিন ও জীবন দর্শন-ও শেয়ার করেন, যা তাঁর ভক্তদের অনুপ্রাণিত করে। আগামীতে ধর্মেন্দ্রকে দেখা যাবে 'ইক্কিস' ছবিতে, যা ১৯৭১ সালের ভারত–পাকিস্তান যুদ্ধের নায়ক পিভিসি অরুণ খেতারপালের জীবনী অবলম্বনে নির্মিত। ভক্তরা আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও পর্দায় ফিরবেন, সেই চিরচেনা শক্তি এবং সৌন্দর্য নিয়ে।
ইউনুসের বাংলাদেশে এবার দপ্তর খুলছে ISI, পাক নীল নকশা চিন্তা বাড়াল দিল্লির!
দিন কয়েক আগেই ঢাকায় ইউনুসের সঙ্গে বৈঠক করেছিলেন পাক সেনাকর্তা শামসাদ মির্জা।
Dry Fruits in Winter: আখরোট নাকি আমন্ড বাদাম, শীতে শরীরের জন্য কোনটা বেশি ভাল?
আখরোট আর আমন্ড দুটোই শীতে পুষ্টির পাওয়ারহাউস। আখরোট মস্তিষ্ক ও হৃদয়ের যত্ন নেয়, আমন্ড বাদাম দেয় ত্বক ও হাড়ের বল। তাই একটিকে বাদ দিয়ে অন্যটিকে নয়, বরং প্রতিদিন অল্প করে দুটোকেই খান। এতে শরীর পাবে ভেতর থেকে উষ্ণতা, শক্তি আর স্বাস্থ্য ঠিক থাকবে।
‘আমার অভিনেত্রী হওয়ার কথাই নয়’, সব কৃতিত্ব ‘পাণ্ডে জি’সলমনকে দিলেন সোনাক্ষী
২০১০ সালে বলিউডে অভিষেক হয়েছিল সোনাক্ষীর।
Nabanna: SIR আবহে রাজ্যের তিন আমলা বড় দায়িত্ব দিল নবান্ন
Nabanna: একইভাবে ২০০৬ সালের ব্যাচের আইএএস পি উলাগনাথানকে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরের সচিবের পাশাপশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে তথ্য ও প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স বিভাগের অধীনে থাকা WBETS এর সিইও নিয়োগ করা হল।
স্তন ক্যানসার নিয়ে সকলকে সতর্ক করে কী জানালেন তিনি?
Recipe |শনিবার রান্নায় আনুন বিশেষ চমক, দুপুরের পদে রাখুন এই নিরামিষ পদ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনেক বাড়িতেই শনিবার নিরামিষ রান্নার চল রয়ছে। এই বিশেষ দিনে আমিষ খাওয়া অনেকেই পছন্দ করে না। নিরামিষের পদ অনেক, কিন্তু দুপুরে ভাতের সঙ্গে কী খাবেন, রাতের সময়েও পাতে কী কী থাকবে, তা নিয়ে ভাবনার অন্ত নেই। তাই আজকের বিশেষ রেসিপি(Recipe) হিসেবে রান্না করুন নিরামিষ নবরত্ন কোরমা কারি। উপকরণ ফুলকপি, পনির ২০০ […] The post Recipe | শনিবার রান্নায় আনুন বিশেষ চমক, দুপুরের পদে রাখুন এই নিরামিষ পদ appeared first on Uttarbanga Sambad .
Tollywood: ঐতিহাসিক মুহূর্ত টলিউডে! 'পেছনে ওটা কে?' হইহই নেটপাড়ায় Tollywood Bijaya Sammilani: টলিউডের অন্তরে কান পাতলেই শোনা যায়, নায়ক নায়িকা জুটিকে যেমন সমস্ত ভক্তরা একসঙ্গে চান, ঠিক সেরকমই আরেক জুটির প্রার্থনাও তারা করেন। তারা কোন সুপারহিট নায়ক নায়িকা জুটি নন। বরং তারা দুই হিরো। একবারই একসঙ্গে তারা পর্দা এসেছিলেন, তখন বক্স অফিসে ঝড় উঠেছিল। সেই ছবির নাম ছিল দুই পৃথিবী। তারপর থেকে দেব আর জিৎ নানা জায়গায় মুখোমুখি হলেও, একসঙ্গে ছবি করা তাদের আর হয়ে ওঠেনি। লিংক- Tollywood: ঐতিহাসিক মুহূর্ত টলিউডে! 'পেছনে ওটা কে?' হইহই নেটপাড়ায় হ্যালোইনে ধীরের ব্যোমকেশ রূপ- বাবার পথেই ছোট গোয়েন্দা? প্রত্যেকের কাছে, বাবা যেন তার সুপারহিরো হয়। আর সেকথাই যেন আবারও একবার করে প্রমাণিত করলেন, গৌরব পুত্র ধীর। একরত্তি যেভাবে সেজেগুজে ধরা দিল। গৌরব নিজেও তাঁর বাবার পরিচয়ে বড় হয়েছেন। সব্যসাচী চক্রবর্তী, তাঁর অভিনয় নিয়ে চারিদিকে আলোচনা হয়েই থাকে। একটা সময়, বলিউডের কোনও বাংলা ছবির কথা উঠলেই যেন, সব্যসাচী চক্রবর্তীর নাম আসতো। আর আজ ধীর... লিংক- হ্যালোইনে ধীরের ব্যোমকেশ রূপ- বাবার পথেই ছোট গোয়েন্দা? Ankush Hazra Exclusive: 'আমার কী দোষ, ওর শিক্ষা', কেল্লাফতের নায়িকা রূপা গ্রেফতার হতেই মন খুলে স্পষ্টকথা অঙ্কুশের Ankush Hazra Exclusive: ঘটে গিয়েছে এক ভয়ংকর ঘটনা। যেমন? বড়বাজার এলাকা থেকে, গ্রেফতার করা হয়েছে এক অভিনেত্রীকে। অভিযোগ তিনি নাকি, কারোর ব্যাগ এবং পার্স চুরি করে পালাচ্ছিলেন। যদিও এই ঘটনা এবার প্রথম না। এর আগেও, একবার তিনি ধরা পড়েছিলেন। এবং যখনই তাকে নিয়ে কোনরকম সংবাদ হয়, তখনই অঙ্কুশের নাম উঠে আসে। লিংক- Ankush Hazra Exclusive: 'আমার কী দোষ, ওর শিক্ষা', কেল্লাফতের নায়িকা রূপা গ্রেফতার হতেই মন খুলে স্পষ্টকথা অঙ্কুশের Debadrita Basu-Jemimah Rodrigues: 'ফের প্রমাণিত ঘরে-বাইরে মহিলারা সমান পারদর্শী', জেমাইমার সাফল্যে উচ্ছ্বসিত 'জয়ী' দেবাদৃতা Jemimah Rodrigues: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্সে নিঃসন্দেহে এটি ভারতের ঐতিহাসিক জয়। আর সেই ইতিহাস সৃষ্টি করলেন জেমাইমা রডরিগস। টিম ইন্ডিয়ার সামনে জয়ের জন্য টার্গেট ছিল ৩৩৯ রান। বিশ্বকাপ সেমিফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্য়াচে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন জেমিমা। কেড়ে নিলেন অজি বোলারদের রাতের ঘুম। ১৩৪ বলে ১২৭ নট আউট! জেমাইমার দুরন্ত ব্যাটিংয়ের প্রশংসায় মুখোরিত ক্রিকেটপ্রেমীরা। ব্যাটে ঝড় তুলতেই দর্শকের করতালিতে ফেটে পড়েছিল স্টেডিয়াম। আজও পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের দমিয়ে রাখার যে একটা প্রবণতা আছে সে কথা বলাইবাহুল্য। কিন্তু, ২২ গজে জেমাইমার ব্যাটের দাপটে সেই দম্ভ ভেঙে খানখান! এই বিষয়ে সহমত ফুটবল তারকা বিদেশ বসুর নাতনি দেবাদৃতা বসু। লিংক- Debadrita Basu-Jemimah Rodrigues: 'ফের প্রমাণিত ঘরে-বাইরে মহিলারা সমান পারদর্শী', জেমাইমার সাফল্যে উচ্ছ্বসিত 'জয়ী' দেবাদৃতা Paoli Dam-Ganoshotru: ত্রৈলোক্যতারিণী নিয়ে আরও বড় পরিসরে কাজ হলে স্বপ্নপূরণ হবে: পাওলি দাম অভিনয়ের মাধ্যমে ত্রৈলোক্যতারিণীর জীবনকে কতটা কাছ থেকে চিনলেন? পাওলি দাম: এটা সত্যি ঘটনা অবলম্বণে তৈরি। ত্রৈলোক্যতারিণী আঠারোশো শতাব্দীর প্রথম মহিলা সিরিয়াল কিলার। ছোটবেলায় বিধবা হওয়ার পর পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। এরপর ওঁর জীবন কী ভাবে বদলে যায়, বেঁচে থাকার জন্য নারী-পুরুষ নির্বিশেষে সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং সেখান থেকে পরিস্থিতির চাপে সে হয়ে ওঠে একজন সিরিয়াল কিলার। যদিও সেটা ওঁর জীবনের লক্ষ্য ছিল না। একটা সময় পর ত্রৈলোক্যতারিণীর জীবনে আসে কালীবাবু (কাস্টোমার)। পরাধীন ভারতে পুরুষতন্ত্রিক সমাজে তীক্ষ্ম বুদ্ধির জেরে ব্রিটিশদের চোখকেও ফাঁকি দিয়েছিলেন। ত্রৈলোক্যতারিণীর সময় কিন্তু, বিনোদিনীর অস্তিত্বও ছিল। কিন্তু, রামকৃষ্ণদেব ও গিরিশ ঘোষের আশীর্বাদ পেয়েছিলেন যেটা ত্রৈলোক্য পায়নি। ব্রিটিশ আমলে ত্রৈলোক্য সাহসীকতার নজির গড়েছিলেন, যা সত্যিই জানার বিষয়। ত্রৈলোক্যর মানসিক পরিস্থিতি কেমন ছিল যে জায়গায় দাঁড়িয়ে এই মারাত্মক ঘটনাগুলো ঘটাত সেটা অন্যতম প্রধান আকর্ষণ। সাইকোলজিক্যালি ভীষণ ইন্টারেস্টিং। লিংক- Paoli Dam-Ganoshotru: ত্রৈলোক্যতারিণী নিয়ে আরও বড় পরিসরে কাজ হলে স্বপ্নপূরণ হবে: পাওলি দাম
চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে এআই চায় হাই কোর্ট, খরচ কে দেবে? তুঙ্গে জল্পনা
ক্যাগকে এই কাজের দায়িত্ব দিয়েছে ডিভিশন বেঞ্চ, আগামী সপ্তাহে বক্তব্য জানাবে ক্যাগ।
Pasta Recipe: পাস্তার জাদু বাড়ির হেঁশেলে, ১০ মিনিটে তৈরি করুন হুবহু রেস্তোরাঁর মতো
রেস্তোরাঁয় গিয়ে আমরা যেমন ক্রিমি, চিজি পাস্তা খাই, সেটাই কিন্তু ঘরেও সহজে বানানো সম্ভব। শুধু কিছু সাধারণ উপকরণ আর সামান্য কৌশল জানলেই আপনার রান্নাঘর ভরে উঠবে ইউরোপীয় ঘ্রাণে। চলুন জেনে নেওয়া যাক সেই সহজ কিন্তু দারুণ টেস্টি পাস্তা বানানোর রেসিপি।
Malda: শ্মশান, কবরস্থান যাওয়ার রাস্তাই দখল? TMC কর্মীর কীর্তিতে অবাক বিধায়কও
Malda: মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের চাঁচল বিধানসভার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্রামে। গ্রামে একদিকে কবরস্থান, অন্যদিকে শ্মশান। সেচদফতরের জায়গায় ছিল কাচা রাস্তা। বাসিন্দারা শবদেহ কবরস্থান ও শ্মশানে নিয়ে যেতেন এই রাস্তা দিয়েই।
Bardhaman: ‘স্বাভাবিক’ হয়ে গেল ‘অস্বাভাবিক’, একই রোগীর দু’রকমের রিপোর্টে বর্ধমানে শুরু তদন্ত
Investigation in Burdwan: কালনার রসুলপুর গ্রামের বাসিন্দা মহম্মদ মোয়াজ্জেম হোসেন। তাঁরই ভাইঝি সোহানা ইয়াসমিন (২৩) দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে ভুগছেন। কলকাতার মল্লিকবাজারের এক বিখ্যাত হাসপাতালে চলছে চিকিৎসা। চিকিৎসকের নির্দেশেই হয় ইইজি(EEG)।
Tollywood: ঐতিহাসিক মুহূর্ত টলিউডে! 'পেছনে ওটা কে?' হইহই নেটপাড়ায়
Tollywood Bijaya Sammilani: টলিউডের অন্তরে কান পাতলেই শোনা যায়, নায়ক নায়িকা জুটিকে যেমন সমস্ত ভক্তরা একসঙ্গে চান, ঠিক সেরকমই আরেক জুটির প্রার্থনাও তারা করেন। তারা কোন সুপারহিট নায়ক নায়িকা জুটি নন। বরং তারা দুই হিরো। একবারই একসঙ্গে তারা পর্দা এসেছিলেন, তখন বক্স অফিসে ঝড় উঠেছিল। সেই ছবির নাম ছিল দুই পৃথিবী। তারপর থেকে দেব আর জিৎ নানা জায়গায় মুখোমুখি হলেও, একসঙ্গে ছবি করা তাদের আর হয়ে ওঠেনি। আর এবার, প্রকাশ্যে তাদেরকে একসঙ্গে দেখা গিয়েছে। কোথায়? এর আগে স্বার্থপর ছবির প্রিমিয়ারের দিন, দেব এবং জিৎ একইসঙ্গে একই জায়গায় উপস্থিত থাকলেও তাদের এক ফ্রেমে বন্দী করা সম্ভব হয়নি। কিন্তু আজ তা সম্ভব হয়েছে। শহর কলকাতার বুকে, দুই তারকাকে পাশাপাশি এক ফ্রেমে আজকে দেখা গিয়েছে। সেই মুহূর্ত উদযাপিত হয়েছে টলিউড ইন্ডাস্ট্রির বুকে। এই মুহূর্ত খুব বিরল, এই ছবি সহজে পাওয়া সম্ভব নয়। এমনটাই বলতে শোনা গেল মন্ত্রী অরূপ বিশ্বাসকে। হ্যালোইনে ধীরের ব্যোমকেশ রূপ- বাবার পথেই ছোট গোয়েন্দা? এক ফ্রেমে দেব এবং জিৎ, ফেডারেশনের বিজয়া সম্মিলনীতে পাশাপাশি দুই সুপারস্টার। দুই তারকা হাসিমুখে ধরা দিলেন সবার সামনে। দেব যদিও বা একটু আড়ষ্ট ছিলেন, কিন্তু জিৎ! খুব সাবলীল ভঙ্গিতেই হেসে সেই মুহূর্তে উদযাপন করেছেন। যদিও বা দুই পৃথিবীর পর তাদেরকে একসঙ্গে কোন সিনেমায় দেখা যায়নি, কিন্তু একজোড়ে তাদের উপস্থিতি সবসময় আনন্দ দিয়েছে ভক্তদের। তৈরি হয়েছে ঐতিহাসিক নানা মুহূর্ত। এদিকে দেব এবং জিৎ যখন ভক্তদের আশা পূরণ করতে ব্যস্ত, তখন নেট মাধ্যমে হইচই পেছনে ওটা কে? তারকাদের বেপরোয়া বাইক র্যালি! আইন ভাঙায় FIR দায়ের সেই একই ফ্রেমে দেখা গেল, শাসকদলের অন্যতম নেতৃত্ব কুনাল ঘোষকে। শেষ কিছু সময় দেবের সঙ্গে কুনাল ঘোষের নানান ধরনের বাক-বিতণ্ডা হয়েছে। কুনাল বাবুকে দেবের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে, অনেকেই প্রশ্ন করেছেন, উনি ওখানে কি করছেন? কেউ আবার মজা করে বলেছেন, এক ফ্রেমে দুই পৃথিবী না, ৩ পৃথিবী।
‘বিজেপি নেতাদের তাড়িয়ে তাড়িয়ে মারবে কৃষকরা’, মোদির গুজরাটে দাঁড়িয়ে তোপ কেজরির
'যদি ক্ষমতা থাকে তবে ট্রাম্পকে হুমকি দিয়ে দেখান', তোপ কেজরির।
Tan Removal Pack: ঘরে বসেই পুরনো ট্যান দূর করুন, রইল ২ ম্যাজিক প্যাক তৈরির সহজ পদ্ধতি
আমাদের রান্নাঘরে থাকা কিছু সহজলভ্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করেও কার্যকরভাবে এই ট্যান দূর করা সম্ভব। এই ঘরোয়া প্যাকগুলি ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

27 C