SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

32    C
... ...View News by News Source

Javan Tiger : রোমহর্ষক লোম! অস্তিত্বহীন জাভান টাইগার জ়িন্দা হ্যায়?

১৯৭৬ সালের পর থেকে পৃথিবী থেকে প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল জাভান টাইগার। কিন্তু সম্প্রতি এক ব্যক্তি দাবি করেছেন, পশ্চিম জাভার সুকাবুমি শহর সংলগ্ন জঙ্গলে জাভান টাইগারের দেখা মিলেছে। এর উপর ভিত্তি করেই নতুন করে গবেষনা চালাচ্ছে ইন্দোনেশিয়া। এমনকী এর জন্য বসানো হবে ক্যামেরা ট্র্যাপ এবং নিয়ে আসা হবে জেনেটিক এক্সপার্টদের।

এ ই সময় 28 Mar 2024 3:28 pm

Baltimore Bridge Accident : মে ডে কল দিয়ে ‘হিরো’ ভারতীয় জাহাজকর্মীরা নিখোঁজ ৬ জনই কি ‘মৃত’!

আমেরিকার বিশ্ববিখ্যাত বালটিমোর ব্রিজে সজোরে ধাক্কা মেরেছিল একটি পণ্যবাহী জাহাজ। বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও নদীতে নিখোঁজ হয়ে যাওয়া ছয় জনকে মৃত বলে ধরে নিয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দিল প্রশাসন। অন্যদিকে গত মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন আশ্বাস দিয়েছিলেন ব্রিজ পুনর্নির্মাণ করে দবে সরকার। কিন্তু কবে আবার পণ্য পরিবহন স্বাভাবিক হবে তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে সব মহলে।

এ ই সময় 28 Mar 2024 12:56 pm

Indian Student Harassment : মোদীর সমর্থক বলেই কি বিদ্বেষ-বিদ্ধ ভারতীয় ছাত্র

লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের এক ভারতীয় পড়ুয়া সত্যম সুরানা গত বছর ব্রিটেনের ভারতীয় হাইকমিশনের সামনে পড়ে যাওয়া ভারতীয় পতাকা হাতে তুলে নিয়ে শিরোনামে এসেছিলেন। এরপরই বিদ্বেষের শিকার তিনি। ইউনিভার্সিটির ছাত্র সংসদের নির্বাচনে বিজেপি সমর্থক বলে প্রচার চালানো হচ্ছে তাঁর বিরুদ্ধে। যার কারণে ভোটে জয়লাভ করতে পারেননি তিনি। জানা গিয়েছে, এই ঘটনার পিছনে রয়েছে বেশ কিছু ভারতীয়।

এ ই সময় 28 Mar 2024 10:55 am

Solar Eclipse : ইউএসএ-তে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি এখন জোরকদমে

প্রায় ২০ বছর পর ​এই ৮ এপ্রিলের পর আবার পূর্ণগ্রাস গ্রহণ দেখার সুযোগ মিলবে ইউএসএতে। তাই এনিয়ে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। আগামী ৮ এপ্রিল সে দেশের বহু স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউএস প্রশাসন। ইউএসএ-তে এর আগে শেষবার সূর্যগ্রহণ গিয়েছিল ২০১৭-র ২১ অগস্ট। পাশাপাশি আগ্রহ বাড়ছে কলকাতার আকাশপ্রেমীদের মধ্যেও।

এ ই সময় 28 Mar 2024 1:20 am

Gaza Israel War : যুদ্ধবিরতি! ইউএন প্রথমবার সায় দিলেও বেঞ্জামিন অনড়ই

গাজার অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বিগত পাঁচ মাসে যুদ্ধবিরতি নিয়ে একাধিক বার খসড়া প্রস্তাব জমা পড়েছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। এই প্রথম নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির ডাক দিয়েছে। কিন্তু প্রতিবারের মতো এই বারেও এই প্রস্তাব মানতে নারাজ বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। অন্যদিকে আমেরিকাও এই বারে ভোটই দেয়নি। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তেল আভিভ।

এ ই সময় 27 Mar 2024 2:30 pm

Russia Crocus City Hall Attack: জঙ্গিদের কান কেটেও খাওয়াচ্ছে মস্কো?

রাশিয়ার ক্রকাস সিটি হলে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই নড়েচড়ে বসেছে রাশিয়া প্রশাসন। এর আগে মস্কোয় জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে বলে আমেরিকা বারবার অ্যালার্ট করেছিল। কিন্তু ভোট নিয়ে ব্যস্ত থাকায় ভ্লাদিমির পুতিন সেই দিকে কান দেননি। গত শুক্রবারের জঙ্গি হামলার ঘটনায় ১১ জনকে আটক করেছে মস্কোর পুলিশ। অভিযোগ উঠেছে আটক করা জঙ্গিদের উপর অকথ্যা অত্যাচার চালাচ্ছে রাশিয়া।

এ ই সময় 27 Mar 2024 8:59 am

Terrorist Attack In Russia : শোকোস্তব্ধ মস্কো, কিইভে স্ট্রাইক, পাল্টা ইউক্রেনেরও

রাশিয়ার বিখ্যাত ​​ক্রকাস সিটি হলে জঙ্গি হামলা​। নিহত হয়েছেন প্রায় দেড়শো মানুষ। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। এখনও তল্লাশি চলছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই প্রেক্ষাগৃহে। বসন্তের মরশুমেও তাই থমথমে হয়ে রয়েছে পরিবেশ। এই পরিস্থিতিতে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল এক্স প্ল্যাটফর্মে, যদিও তা মুছে ফেলা হয়েছে। ওই ভিডিয়োতে উঠে হামলার সময়কার বেশ কিছু ফুটেজ।

এ ই সময় 25 Mar 2024 7:13 pm