SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

দস‍্যি মেয়েরাই লিখল মন্দ মেয়ের উপাখ‍্যান

সন্দীপন নন্দী ‘দস‍্যুর মতো ভেঙেচুরে দেয় চিরাভ‍্যাসের মেলা’-এমন গতানুগতিক গণ্ডির গরাদ ভেঙে মুক্তির বিভা ছড়ানো তো মুখের কথা নয়! আর সে যদি হয় মেয়ে, অযুতনিযুত কিন্তু-তবুর শোরগোল উঠবেই। ফলে নীতিনির্ধারকদের নিন্দা, কুৎসার লক্ষ‍্য হয়ে ওঠে সেই নারীরা। সঙ্গে সঙ্গে পুরুষতন্ত্রের দালানগুলো গেল গেল ঝড়ে কাঁপতে থাকে অহরহ। অযাচিত বহ্নিতাপে চিরাচরিত নিয়মের জতুগৃহ দগ্ধের সম্ভাবনায় ‘অন‍্যরকম’ […] The post দস‍্যি মেয়েরাই লিখল মন্দ মেয়ের উপাখ‍্যান appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 3:56 pm

RRB:রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষার ফল প্রকাশ, ৫০ হাজারের তালিকায় আপনার নাম আছে কিনা কীভাবে জানবেন?

RRB: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)RRB NTPC UG CBT1পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এই ফলাফলে মোট ৫১,৯৭৯ প্রার্থী পরবর্তী ধাপের জন্য যোগ্য বলে ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা নিজেদের স্কোরকার্ড সংশ্লিষ্ট RRB-এর আঞ্চলিক অফিসিয়াল ওয়েবসাইট— যেমন rrbchd.gov.in (চণ্ডীগড়), rrbald.gov.in (এলাহাবাদ), rrbmumbai.gov.in (মুম্বাই) এবং rrbapply.gov.in—এ গিয়ে দেখে নিতে পারবেন। আরও পড়ুন- কবে প্রকাশিত হবে ফলাফল? জানুন ডাইরেক্ট লিঙ্ক ও স্কোরকার্ড ডাউনলোড পদ্ধতি এই বছরের এনটিপিসি ইউজি নিয়োগ (CEN 06/24) পরীক্ষায় মোট ২৭.৫৫ লক্ষ প্রার্থী অংশ নেন ৩৪৪৫টি শূন্যপদে নিয়োগের জন্য। সিবিটি-১ পরীক্ষা ৭ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জোনে অনুষ্ঠিত হয়। যোগ্য প্রার্থীরা এখন সিবিটি-২ পরীক্ষায় অংশ নেবেন। এর পর প্রয়োজন অনুযায়ী স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে। আরও পড়ুন- যত কাণ্ড মুর্শিদাবাদে! বহরমপুরে পিস্তলের পাহাড়, ফরাক্কায় তাজা বোমায় তোলপাড় আরআরবি নির্ধারিত যোগ্যতার মান অনুযায়ী, জেনারেল এবং ইডব্লিউএস শ্রেণির ক্ষেত্রে ন্যূনতম ৪০%, ওবিসি ও এসসি শ্রেণির জন্য ৩০%, এবং এসটি শ্রেণির জন্য ২৫% নম্বর পেতে হবে। পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে পর্যাপ্ত প্রার্থী না পাওয়া গেলে ন্যূনতম যোগ্যতামান ২% শিথিল করার নিয়ম বেঁধে দিয়েছে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের নিয়োগ প্রক্রিয়ায় আরআরবি মোট ৮,১১৩টি পদে নিয়োগ করবে। এর মধ্যে রয়েছে— আরও পড়ুন- বিরাট বিস্ফোরণে মৃত্যু মিছিল, শোকে আঁতকে উঠল সকলেই, ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে ১,৭৩৬টি পদ প্রধান কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার ৯৯৪টি পদ স্টেশন মাস্টার ৩,১৪৪টি পদ গুডস ট্রেন ম্যানেজার ১,৫০৭টি পদ জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ৭৩২টি পদ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আরআরবি এনটিপিসি ফলাফল ও ভবিষ্যৎ আপডেট জানতে প্রার্থীরা নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারবেন। আরও পড়ুন- BLO-দের চাপ দেওয়ার অভিযোগ, একাধিক DM-BDO-র বিরুদ্ধে FIR চান শুভেন্দুরা

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 3:54 pm

Smriti-Palash: মাঝ মাঠে হাঁটু মুড়ে বসে ভারতীয় ক্রিকেটের ‘কুইন’ স্মৃতিকে আংটি পরালেন পলাশ, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

Watch Video: স্মৃতি মান্ধানা, যিনি মাঠে বরাবরই আগ্রাসী এবং লক্ষ্যভেদী, তিনি এই অপ্রত্যাশিত রোমান্টিক মুহূর্তে কিছুক্ষণের জন্য যেন বাকরুদ্ধ হয়ে যান। চারিদিকে উপস্থিত পরিচিতদের হাততালির মধ্যেই পলাশ তাঁকে আংটি পরিয়ে দেন।

টিভি 9 বাংলা 21 Nov 2025 3:52 pm

সিমলা, উটির কাছে গোহারা হার দার্জিলিং টয়ট্রেনের

রূপায়ণ ভট্টাচার্য প্রতিদিন রাত সাড়ে তিনটের সময় কালকা শহরকে ভোরের অ্যালার্ম দিয়ে জাগিয়ে সিমলার দিকে চলে যায় দিনের প্রথম টয়ট্রেন। জঙ্গল ও পাহাড়ি পথে। ভোর পৌনে পাঁচটায় আবার দ্বিতীয় ট্রেন। এই করতে করতে সকাল আটটা পাঁচের মধ্যে ছ’টা টয়ট্রেন রওনা হয়ে যায় সিমলা। ন্যারো গেজের জন্য কালকায় বরাদ্দ চারটে প্ল্যাটফর্ম। এই সময় জায়গাটা সরগরম। দু’তিনজন […] The post সিমলা, উটির কাছে গোহারা হার দার্জিলিং টয়ট্রেনের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 3:48 pm

আকাশগঙ্গার চেয়েও বড়! ৪ বাঙালি বিজ্ঞানীর হাত ধরে আবিষ্কৃত ৫৩ ‘রেডিও কোয়াজার’

চার বিজ্ঞানীর গবেষণা প্রকাশিত হয়েছে 'আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি'র জার্নালে।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 3:46 pm

Wealth Creation Guide: এই সূত্র মানলেই দ্বিগুণ হবে টাকা, জানেন কি আপনি?

Rule of 72: অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেন এই সূত্র মানলে নাকি খুব সহজেই টাকা দ্বিগুণ করা যায়। ধরে নিন, আপনি একটা টাকা দ্বিগুণ করতে চাইছেন। তাহলে আপনাকে আগে জানতে হবে আপনি ওই বিনিয়োগে কত শতাংশ রিটার্ন পাবেন।

টিভি 9 বাংলা 21 Nov 2025 3:44 pm

SSC: নবম-দশমের ফল প্রকাশের দিন স্থির করল এসএসসি

SSC Exam: প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে পরীক্ষা হয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লেখা পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। এখন বাকি রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা।

টিভি 9 বাংলা 21 Nov 2025 3:39 pm

Gautam Gambhir |ফৌজদারি মামলায় স্বস্তি, গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ খারিজ করল আদলত!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং তাঁর ফাউন্ডেশনের বিরুদ্ধে চলা একটি ফৌজদারি মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। কোভিড চলাকালীন কোভিড-১৯-এর ওষুধ অবৈধভাবে মজুত ও বিতরণ করার অভিযোগে এই মামলা দায়ের করেছিল দিল্লি সরকারের ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট। শুক্রবার (২১ নভেম্বর) বিচারপতি নীনা বনসল কৃষ্ণ মামলাটি খারিজ করে দেন। আদালত […] The post Gautam Gambhir | ফৌজদারি মামলায় স্বস্তি, গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ খারিজ করল আদলত! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 3:38 pm

লুকিয়ে বিয়ে! প্রেমিকের হাত ধরে কেন বিদেশে পালান জ়িনাত

জ়িনাতের ইনস্টাগ্রাম দেখলে বোঝা যায়, নিত্যদিন নানা পোস্ট করে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। উদ্দেশ্য একটাই, পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করা। জীবন দর্শনের মাধ্যমে তাঁদের জীবনটাকে সহজ এবং সরল করে তোলে। তাঁর এই পোস্টেরও সেরকমই উদ্দেশ্য।

টিভি 9 বাংলা 21 Nov 2025 3:36 pm

চিংড়িহাটা মেট্রোর কাজ শুরুতে ‘বাধা’, জট কাটাতে ফের হাই কোর্টে RVNL

চিংড়িহাটা মেট্রো নিয়ে রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষের দড়ি টানাটানি।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 3:34 pm

Bihar New Cabinet 2025: ইঞ্জিনিয়ার, ডক্টরেট, ডিপ্লোমা, শিক্ষার বৈচিত্র্যে নজর কাড়ল নীতিশের নতুন ক্যাবিনেট

Bihar New Cabinet 2025: বিহারে নতুন সরকারের সূচনা হয়েছে। বৃহস্পতিবার পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ এক ঝাঁক বিজেপির শীর্ষ নেতৃত্ব। নতুন সরকার ঘোষণার পর মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আরও পড়ুন- কবে প্রকাশিত হবে ফলাফল? জানুন ডাইরেক্ট লিঙ্ক ও স্কোরকার্ড ডাউনলোড পদ্ধতি নবগঠিত মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারই একমাত্র ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট। তিনি বিহার কলেজ অফ ইঞ্জিনিয়ারিং (বর্তমানে এনআইটি পাটনা) থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন। উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বেগুসরাই পলিটেকনিক কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেছেন, আর মন্ত্রী দীপক প্রকাশ মণিপাল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে বি.টেক সম্পন্ন করেছেন। অন্যদিকে, মন্ত্রী নারায়ণ প্রসাদ মন্ত্রিসভার একমাত্র সদস্য যিনি শুধুমাত্র ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছেন। আরও পড়ুন- বিরাট বিস্ফোরণে মৃত্যু মিছিল, শোকে আঁতকে উঠল সকলেই, ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে এই মন্ত্রিসভায় চারজন পিএইচডি ডিগ্রিধারী মন্ত্রী রয়েছেন। উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সাম্মানিক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। দিলীপ কুমার জয়সওয়াল মাধেপুরার বিএনএম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন। পিএইচডিধারী অন্যান্য মন্ত্রীরা হলেন অশোক চৌধুরী, সন্তোষ কুমার সুমন এবং ড. প্রমোদ কুমার। এছাড়া, চারজন মন্ত্রীর স্নাতকোত্তর ডিগ্রি এবং সাতজন মন্ত্রীর স্নাতক স্তরের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। স্নাতকোত্তর ডিগ্রিধারী মন্ত্রীরা হলেন বিজয় কুমার চৌধুরী, সুনীল কুমার, অরুণ শঙ্কর প্রসাদ এবং শ্রেয়সী সিং। স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে রয়েছেন মঙ্গল পান্ডে, মদন সাহনি, রামকৃপাল যাদব, সঞ্জয় সিং টাইগার, লক্ষেন্দ্র কুমার রোশন এবং সঞ্জয় কুমার। আরও পড়ুন- BLO-দের চাপ দেওয়ার অভিযোগ, একাধিক DM-BDO-র বিরুদ্ধে FIR চান শুভেন্দুরা নতুন মন্ত্রিসভার মধ্যে সাতজন মন্ত্রী দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এদের মধ্যে রয়েছেন বিজেন্দ্র প্রসাদ যাদব, শ্রাবণ কুমার, লেশি সিং, নীতিন নবীন, জামা খান, সুরেন্দ্র মেহতা এবং রমা নিশাদ। রমা নিশাদ প্রথমবার বিধায়ক এবং একই সঙ্গে প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন। বাকি ছয়জন মন্ত্রী আগেও সরকারের বিভিন্ন দায়িত্বে ছিলেন। আরও পড়ুন- যত কাণ্ড মুর্শিদাবাদে! বহরমপুরে পিস্তলের পাহাড়, ফরাক্কায় তাজা বোমায় তোলপাড়

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 3:34 pm

ঝুঁকি নিয়ে জাতীয় দলের জার্সিতে কামব্যাক নয়, চোট সারিয়ে আইপিএলেই ফিরবেন শ্রেয়স? 

বিসিসিআইয়ের চিকিৎসকরা তাঁকে বেশি পরিশ্রম না করার পরামর্শ দিয়েছেন।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 3:29 pm

বিশ্বজয়ের মাঠেই ফিল্মি কায়দায় স্মৃতিকে প্রোপোজ পলাশের, ভিডিও দেখে আনন্দাশ্রু নেটপাড়ায়

বিয়ের তোড়জোড়ে ব্যস্ত বিশ্বজয়ী কনেপক্ষ।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 3:28 pm

SIR in Bengal: এসআইআর-এ ভয়? তালা ঝুলিয়ে ‘ঠিকানা বদল’ একাধিক পরিবারের

West Bengal SIR News: নদীয়ার কৃষ্ণগঞ্জের হুদো গবিন্দপুর গ্রামে উধাও 'বাংলাদেশি'। স্থানীয়দের অভিযোগ, দুই দেশেরই বাসিন্দা ওই পরিবারগুলি। গ্রামের বিএলও-দের যাতায়াত বাড়তেই তল্পিতল্পা গুটিয়ে পলাতক হয়েছে তাঁরা। বলে রাখা প্রয়োজন, এঁদের কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে।

টিভি 9 বাংলা 21 Nov 2025 3:27 pm

Premananda Maharaj: মানুষের দুঃখ, কষ্ট, প্রার্থনা, এসব কি সত্যিই ভগবানের কাছে পৌঁছায়? কী বলছেন প্রেমানন্দ মহারাজ?

ভগবান কি সত্যিই আমাদের আর্তি শোনেন? বহু ভক্তের মনে থাকা এই প্রশ্নের জবাব দিলেন বৃন্দাবনের সন্ন্যাসী প্রেমানন্দ মহারাজ। সম্প্রতি তিনি মানবজীবনে বিশ্বাস, ভক্তি ও আত্মনিবেদনকে কেন্দ্র করে বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কারভাবে বলেন, “ভগবান আমাদের আর্তি অবশ্যই শোনেন, তবে তাঁর শোনার ধরনকে আমরা অনেক সময় বুঝতে পারি না।” মহারাজের মতে, মানুষের প্রত্যাশা থাকে দ্রুত ফল পাওয়ার। কিন্তু ঈশ্বর সময়, পরিস্থিতি ও আমাদের প্রকৃত প্রয়োজন বুঝে সাহায্য করেন। তিনি বলেন, “অনেকে ভাবে প্রার্থনা করলাম, তাই সঙ্গে সঙ্গে বিস্ময়কর ফল পাওয়া উচিত। কিন্তু ঈশ্বর কোনও জাদুকর নন। তিনি আমাদের মঙ্গলোকেই প্রথমে রাখেন।” মহারাজ আরও বলেন, প্রতিটি প্রার্থনার উত্তর পাওয়া যায়—কখনও সরাসরি, কখনও পরোক্ষে, আর কখনও সময়ের মধ্য দিয়ে। আরও পড়ুন- Butter Chicken: বিশ্বের সেরা ৫ খাবারের তালিকায় বাটার চিকেন! বাড়িতেই স্বাস্থ্যকর রেসিপি বানানোর গোপন ট্রিক ফাঁস প্রেমানন্দ মহারাজ উদাহরণ টেনে বলেন, “যদি কোনও শিশু আগুন নিয়ে খেলতে চায়, মা তাকে তা দেবে না। কারণ সে বোঝে এতে ক্ষতি হবে। ঈশ্বরও ঠিক তেমনই আমাদের অনুপযুক্ত চাওয়া পূরণ করেন না।” তাঁর বক্তব্যে উঠে আসে আধ্যাত্মিক শৃঙ্খলারও গুরুত্ব। তিনি মনে করিয়ে দেন যে ভগবানের সাহায্য পেতে হলে নিঃস্বার্থতা, সৎকর্ম এবং মনকে পবিত্র রাখার চেষ্টা অত্যন্ত প্রয়োজন। আরও পড়ুন- Nosebleed Causes: নাক দিয়ে রক্ত পড়া সবসময় সাধারণ ব্যাপার নয়! কোন লক্ষণে বুঝবেন তা জরুরি অবস্থা মহারাজ বলেন, জীবনে কঠিন সময় আসলে ভগবান আমাদের পরীক্ষা নেন না, বরং শক্তি দেন। কোনও ব্যক্তি যখন প্রার্থনায় মনোযোগ দেয়, তার ভেতরে আশা, সাহস এবং ইতিবাচকতা তৈরি হয়, যা তাকে সংকট মোকাবিলায় সাহায্য করে। আরও পড়ুন- Family peace tips: স্ত্রী–মায়ের ঝগড়ায় সংসারে অশান্তির আগুন? ৫ টেকনিকেই বিরোধ চিরতরে মেটাতে পারেন ছেলে সবশেষে প্রেমানন্দ মহারাজের বার্তা, “ভগবান আমাদের আর্তি শোনেন, শতভাগ শোনেন। কিন্তু আমরা যেন শুধু চাওয়াই না করি, কৃতজ্ঞতাও জানাই। ভক্তি হল ভালোবাসা, আর ভালোবাসা কখনও ব্যর্থ হয় না।”

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 3:20 pm

IBPS PO Mains Result 2025: কবে প্রকাশিত হবে ফলাফল? জানুন ডাইরেক্ট লিঙ্ক ও স্কোরকার্ড ডাউনলোড পদ্ধতি

IBPS PO Mains Result 2025: ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS) খুব শীঘ্রই IBPS PO Mains Result 2025 প্রকাশ করতে চলেছে। যাঁরা IBPS PO Mains 2025-এর পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ গিয়ে ফলাফল ও স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন। উল্লেখ্য, এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১২ অক্টোবর। আরও পড়ুন- বিরাট বিস্ফোরণে মৃত্যু মিছিল, শোকে আঁতকে উঠল সকলেই, ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে IBPS PO Mains Scorecard PDF কীভাবে ডাউনলোড করবেন? স্কোরকার্ড ডাউনলোড করতে প্রার্থীদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে— অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ যান। IBPS PO Mains Scorecard 2025 PDF লিঙ্কে ক্লিক করুন। লগইন করতে অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড প্রবেশ করান। স্কোরকার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে। স্কোরকার্ড PDF সেভ করুন এবং প্রিন্ট আউট নিন। আরও পড়ুন- BLO-দের চাপ দেওয়ার অভিযোগ, একাধিক DM-BDO-র বিরুদ্ধে FIR চান শুভেন্দুরা স্কোরকার্ডে যা থাকবে প্রার্থীর নাম রোল নম্বর মোট নম্বর বিষয়ভিত্তিক নম্বর র‍্যাঙ্ক পাস/ফেল স্ট্যাটাস অন্যান্য তথ্য আরও পড়ুন- যত কাণ্ড মুর্শিদাবাদে! বহরমপুরে পিস্তলের পাহাড়, ফরাক্কায় তাজা বোমায় তোলপাড় IBPS PO Mains Cut-off 2025 ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই ক্যাটাগরি-ওয়াইজ কাট-অফ-ও প্রকাশ করবে IBPS। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা কাট-অফ PDF ডাউনলোড করতে পারবেন। গত বছরের কাট-অফ ছিল— General: 66.50 OBC: 66.00 EWS: 64.75 SC: 54.25 ST: 47.50 IBPS PO Mains 2025-এর ফলাফল প্রকাশের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। প্রার্থীদের নিয়মিত ibps.in দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও পড়ুন- West Bengal News Live Updates: বাংলাদেশে তীব্র কম্পন, মৃত্যু কমপক্ষে তিনজনের, আহত ৫০-এর বেশি

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 3:19 pm

বাংলা ছেড়েছেন ১১ শিল্পপতি, জমির দাম বেশি, সরকারি সাহায্যে জট

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: উত্তরবঙ্গে শিল্প গড়তে চেয়ে সরকারি সাহায্য না পাওয়ায় এবং জমির দাম অত্যধিক বেশি হওয়ায় শিলিগুড়ি ও জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে ১১ জন শিল্পপতি চলে গিয়েছেন বিহারে। বিহারের ঠাকুরগঞ্জে শিল্পকারখানা তৈরি করেছেন তাঁরা। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সঙ্গে শিল্প সংক্রান্ত বৈঠকে এনিয়ে ক্ষোভ জানাল শিল্পপতিদের সংগঠন নর্থবেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। সংগঠনের আরও অভিযোগ, এমএসএমই-র আওতায় অন্তত […] The post বাংলা ছেড়েছেন ১১ শিল্পপতি, জমির দাম বেশি, সরকারি সাহায্যে জট appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 3:16 pm

বিহার নির্বাচনে এক নির্দল প্রার্থী শূন্য ভোট পেয়েছেন? না, ভাইরাল দাবি ভুয়ো

বুম দেখে ভাইরাল ভিডিওটি বিহারের লালগঞ্জের আরজেডি প্রার্থী শিবানী শুক্লর, তিনি ৯৫,৪৮৩টি ভোট পেয়েছেন। এছাড়া, কোনও প্রার্থীই শূন্য ভোট পাননি।

বুমলাইভ 21 Nov 2025 3:13 pm

পাকিস্তানে রাসায়নিক কারখানার গ্যাস লিক করে ভয়াবহ বিস্ফোরণ! মৃত অন্তত ১৫

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন আরও বহু মানুষ।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 3:08 pm

বিরাট বিস্ফোরণে মৃত্যু মিছিল, শোকে আঁতকে উঠল সকলেই, ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল। শুক্রবার সকালে একটি রাসায়নিক কারখানায় এই ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভিতরে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে। আরও পড়ুন- BLO-দের চাপ দেওয়ার অভিযোগ, একাধিক DM-BDO-র বিরুদ্ধে FIR চান শুভেন্দুরা ফয়সালাবাদের ডেপুটি কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার জানিয়েছেন, বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৫টি মৃতদেহ উদ্ধার করেছেন। গুরুতর অবস্থায় সাতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে আরও লোকজন চাপা পড়ে থাকতে পারেন। দমকল বাহিনী এবং প্রশাসনের একাধিক সংস্থা যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। আরও পড়ুন- যত কাণ্ড মুর্শিদাবাদে! বহরমপুরে পিস্তলের পাহাড়, ফরাক্কায় তাজা বোমায় তোলপাড় Back-to-back “boiler blasts,” “cylinder blasts,” “AC blasts”… Pakistan has become a graveyard of excuses. 18 dead in Faisalabad,homes flattened-& the state still shrugs. A failed system where negligence is the national identity. #FailedStatePakistan @arifaajakia @BesuraTaansane pic.twitter.com/KjaBljwnhP — Hritika Menon (@HritikaMenon) November 21, 2025 পাঞ্জাব পুলিশের আইজি ড. উসমান আনোয়ার সংশ্লিষ্ট সব সংস্থাকে পূর্ণ সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নবাজ এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন। আরও পড়ুন- West Bengal News Live Updates: বাংলাদেশে তীব্র কম্পন, মৃত্যু কমপক্ষে তিনজনের, আহত ৫০-এর বেশি স্থানীয় প্রশাসনের মতে, বিস্ফোরণের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে একটি ভবন সম্পূর্ণ ধসে পড়ে। বহু শ্রমিক কারখানার ভেতরেই আটকে পড়ায় উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে। প্রশাসন জানিয়েছে, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করে চলেছেন। আরও পড়ুন- Kolkata Earthquake: বড়সড় ভূমিকম্পে কলকাতা শহরের ঝুঁকি কতটা? বিশেষজ্ঞরা বলছেন চরম উদ্বেগের কথা!

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 3:08 pm

Cooch Behar |মেলা শেষ, ঘুমিয়েই রইল হেরিটেজ 

শুভঙ্কর চক্রবর্তী রাসমেলা (Rash Mela) শেষ। দোলায় চড়ে মদনমোহন চলে গিয়েছেন নিজের ঘরে। আপাতত রাসচক্র গোটানোর অপেক্ষা। মেলায় লাখে লাখে মানুষ এলেন, মজা করলেন, টমটম কিনলেন, জিলিপি খেলেন, কিন্তু শহরের গর্ব, তার ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি অন্ধকারেই পড়ে রইল। বিশাল দর্শকসমুদ্রকে কাজে লাগিয়ে কোচবিহারের (Cooch Behar) হেরিটেজকে ব্র্যান্ডিং-এর সুযোগ ছিল আকাশছোঁয়া। কিন্তু যে সুযোগ আকাশে উড়ল, […] The post Cooch Behar | মেলা শেষ, ঘুমিয়েই রইল হেরিটেজ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 3:08 pm

Supreme Court on Recruitment Scam: হাইকোর্টের রায় খারিজ! বেনিয়মের অভিযোগ উড়িয়ে ২৮ জনকে চাকরি ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট

SC Overturns Calcutta HC Rulling: দমকল দফতরের নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের চ্যালেঞ্জ করে প্রথমে মামলা হয় রাজ্য়ের ট্রাইবুনালে। পরবর্তীতে সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। এতদিনে কেটে গিয়েছে প্রায় চার বছর। ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে এই দমকল বেনিয়মের মামলায় রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এই ২৮ জনের নিয়োগ খারিজ করেছিলেন বিচারপতি।

টিভি 9 বাংলা 21 Nov 2025 3:06 pm

Changrabandha |ট্যাংকার অগ্নিদগ্ধ হতেই সক্রিয় পুলিশ! চ্যাংরাবান্ধায় পুকুর থেকে উদ্ধার অবৈধ পেট্রোল বোঝাই প্রচুর ড্রাম

চ্যাংরাবান্ধা: চ্যাংরাবান্ধা (Changrabandha) গ্রাম পঞ্চায়েতের বড়কামাত এলাকায় বৃহস্পতিবার রাতে পেট্রোল বোঝাই ট্যাংকারে আগুন লাগার পর সামনে এসেছিল অবৈধ পেট্রোল-ডিজেলের কারবারের তথ্য। শুক্রবার মেখলিগঞ্জ থানার পুলিশ বড়কামাত এলাকার একটি পুকুর থেকে পেট্রোল বোঝাই প্রচুর ড্রাম উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন থেকে এখানে তেলের অবৈধ কারবার চলে আসছে। রাজ্য সড়ক দিয়ে যাতায়াতকারী পেট্রোলের ট্যাংকার থামিয়ে চোরাই […] The post Changrabandha | ট্যাংকার অগ্নিদগ্ধ হতেই সক্রিয় পুলিশ! চ্যাংরাবান্ধায় পুকুর থেকে উদ্ধার অবৈধ পেট্রোল বোঝাই প্রচুর ড্রাম appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 2:56 pm

পাচারের আগেই সাফল্য পুলিশের, বহরমপুরে বিপুল সংখ্যায় গোলাবারুদ-জালনোট উদ্ধার

ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 2:55 pm

কিশোরসুলভ আচরণের ব্যাখ্যা

প্রশান্ত কিশোর ‘হিরো থেকে জিরো’-য় অবতীর্ণ হলেন।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 2:53 pm

Primary TET: ‘নম্বর পাবেন প্রত্যেকে’, TET নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

Calcutta High Court: সম্প্রতি প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। গত ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। এদিন মামলায় প্রশ্ন তোলা হয়েছে যে প্রশ্ন ভুলের মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও কেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল?

টিভি 9 বাংলা 21 Nov 2025 2:52 pm

সম্পর্কে জমাট বাঁধা মান-অভিমান-রাগ-দুঃখ কি গলবে? ‘ডিপ ফ্রিজ’, মুক্তির আগে আড্ডায় অর্জুন

'আমি নিজে সম্পর্কের কথা বলতে পছন্দ করি।', অর্জুন দত্ত।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 2:51 pm

India vs Bangladesh Match Live Updates: সেমির লড়াইয়ে 'খেলা হবে', টাইগার বধ করতে মরিয়া ভারত

IND vs BAN Semifinal Live Cricket Score and Updates: ২০২৫ রাইজিং স্টারস এশিয়া কাপে (Asia Cup 2025) আজ সেমিফাইনালের লড়াই। প্রথম সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (India vs Bangladesh)। টিম ইন্ডিয়া ইতিমধ্যে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে। গত ম্য়াচে ওমানের বিরুদ্ধে তারা দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। India vs Oman Match Highlights: দুরমুশ ওমান, যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারত এই ম্য়াচে ব্যাট হাতে ভারতীয় ক্রিকেট দলের 'ত্রাতা' হয়ে উঠতে পারেন হর্ষ দুবে। অন্যদিকে, বোলিং ডিপার্টমেন্টে সূয়শ শর্মার ফাঁদে পা দিতে পারেন টাইগার ব্যাটাররা। তবে বাংলাদেশি ব্যাটাররাও আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন। দলের অধিকাংশ ব্যাটারই রান করছেন। বল হাতেও তারা যথেষ্ট সফল। এই পরিস্থিতিতে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা আশা করা যেতেই পারে। India vs UAE Asia Cup 2025 Highlights: আগুন জয়ে এশিয়া কাপ শুরু ভারতের, নয়া রেকর্ড টিম ইন্ডিয়ার ঝুলিতে! সামান্য খরচে দেখুন ম্য়াচ ২০২৫ রাইজিং স্টারস এশিয়া কাপে মুখোমুখি ভারত এবং বাংলাদেশের এ ক্রিকেট দল। এই ম্যাচের লাইভ স্ট্রিমিং আপনারা সোনি লিভ অ্যাপে দেখতে পারেন। এছাড়া সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে লাইভ টেলিকাস্ট। তবে এতকিছু না করে একেবারে সামান্য খরচায় আপনি এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং ফ্যানকোড অ্যাপে উপভোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মাত্র ৩৫ টাকা খরচ করে ম্য়াচ পাস কিনতে হবে। আর নিশ্চিন্তে উপভোগ করুন ভারত বনাম বাংলাদেশ লড়াই।

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 2:51 pm

দশম শ্রেণির পড়ুয়ার আত্মহত্যার পরই বরখাস্ত ৪ শিক্ষক, মানসিক স্বাস্থ্য নিয়ে প্যানেল দিল্লির

প্রধান শিক্ষক-সহ তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 2:50 pm

Ariana Grande Covid 19: ছবি মুক্তির দিনই বিপত্তি! সিনেমার প্রচারের মাঝে কোভিড আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে

Ariana Grande: 'দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালন'-এর সেটে নতুন ছবি Wicked: For Good–এর প্রচারে এসেছিলেন আরিয়ানা গ্র্যান্ডে। সিনেমার প্রচারে চরম ব্যস্ততার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন পপস্টার আরিয়ানা গ্র্যান্ডে। কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ‘দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালন’–এ উপস্থিতির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'কোভিডের আগের মুহূর্তে'। ছবি মুক্তির দিনই আরিয়ানা গ্রান্ডের করোনা আক্রান্ত হওয়ার খবরে মন খারাপ ভক্তদের। আরিয়ানা গ্র্যান্ডের অসুস্থতার খবর এমন সময়ে প্রকাশ্যে আসে যখন আরিয়ানার সহ-অভিনেত্রী সিন্থিয়া এরিভোও অসুস্থ বোধ করেন। তাঁর গলা প্রায় বসে গিয়েছে। নিউ ইয়র্ক প্রিমিয়ারের বিভিন্ন সাক্ষাৎকারেও দেখা মেলেনি আরিয়ানার। ভ্যারাইটি-র খবর অনুযায়ী, কোভিড-১৯–এর কারণে আরিয়ানা গ্র্যান্ডেকে আগামী কয়েক দিন বেশ কিছু নির্ধারিত প্রশ্নোত্তর সেশন এবং ‘দ্য কেলি ক্লার্কসন শো'-এর উপস্থিতি বাতিল করতে হয়েছে। সুস্থ না হওয়া পর্যন্ত সিনেমার সমস্ত প্রচারমূলক কাজ আপাতত বন্ধ থাকছে। View this post on Instagram A post shared by Wicked: For Good (@wickedmovie) আরও পড়ুন করোনা আক্রান্ত একের পর এক তারকা! কোভিড পজেটিভ আরও ১ বাঙালি অভিনেত্রী এটাই প্রথম নয় এর আগেও আরিয়ানা ও সিন্থিয়া এরিভো 'উইকেড'-এর প্রথম ছবির শুটিংয়ের সময় আলাদা সময়ে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। গ্র্যান্ডে 'Popular' গানের সিকোয়েন্স শুরুর আগেই আক্রান্ত হন আর এরিভোর রোগ নির্ণয় হয় 'Defying Gravity'–র শুটিংয়ের আগে। View this post on Instagram A post shared by Ariana Grande (@arianagrande) আরও পড়ুন একের পর এক করোনা আক্রান্তে আতঙ্কের ছায়া, শিল্পার পর কোভিড পজেটিভ আরও এক বাঙালি অভিনেত্রী ২০০৩ সালের ব্রডওয়ে মিউজিক্যাল Wicked–এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটি। এটি আবার ১৯৯৫ সালের গ্রেগরি ম্যাগুইারের ডার্ক ফ্যান্টাসি উপন্যাস Wicked: The Life and Times of the Wicked Witch of the West–এর রূপান্তর। ২১ নভেম্বর মুক্তি পেল ছবিটি। View this post on Instagram A post shared by Ariana Grande (@arianagrande) আরও পড়ুন কোভিড আক্রান্তের খবর জানিয়েছিলেন ৫১ বছরের শিল্পা, কেমন আছেন অভিনেত্রী?

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 2:49 pm

বিজেপির বিভাজনের রাজনীতি রোখার ডাক লিবারেশনের, ফের রাজ্য সম্পাদক অভিজিৎ

রাজ্য সম্মেলন থেকে লিবারেশনের বার্তা, 'বাংলায় চাই বামপন্থার পুনর্জাগরণ।'

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 2:41 pm

Nothing OS 4.0 Update Released November 21: আজ থেকেই রোলআউট শুরু হচ্ছে Nothing OS 4.0: এক নজরে নতুন ফিচার ও আপডেট পাওয়া যাবে কোন ফোনে

Nothing OS 4.0 Update Released November 21: চিনা স্মার্টফোন নির্মাতা নাথিং (Nothing) অবশেষে বহু জল্পনা ও টানা টিজারের পর আজ লঞ্চ করতে চলেছে উন্নত অপারেটিং সিস্টেম Nothing OS 4.0। একটি অফিসিয়াল পোস্টের মাধ্যমে সংস্থা জানিয়েছে, বহু প্রতীক্ষিত আপডেট ব্যবহারকারীদের ফোন ব্যাবহারের অভিজ্ঞতাকে আরও মসৃণ ও উন্নত করে তুলবে। নতুন সফটওয়্যারটি আজ, ২১ নভেম্বর থেকেই সাধারণ ইউজারদের জন্য সামনে আনা হবে। সর্বশেষ অপারেটিং সিস্টেমটি Android 16-এর উপর বেসড করে তৈরি বলে জানা গেছে। সংস্থার তথ্য অনুযায়ী, Nothing OS 4.0 হবে তাদের AI-first software vision–এর মূল কেন্দ্রবিন্দু। গত অক্টোবরের শেষ দিকে কোম্পানি এই আপডেটের ওপেন বিটা সংস্করণ প্রকাশ করেছিল, যেখানে হাজারো ব্যবহারকারী অংশ নেন। নাথিং কমিউনিটিতে কোম্পানি পরীক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেছে, প্রাপ্ত প্রতিক্রিয়ার ভিত্তিতে এখন স্টেবল ভার্সন রিলিজের জন্য প্রস্তুত। কোন কোন ডিভাইসে Nothing OS 4.0 আপডেট মিলবে? যদিও কোম্পানি এখনও আনুষ্ঠানিক ডিভাইস লিস্ট প্রকাশ করেনি, ওপেন বিটা ভার্সনে অন্তর্ভুক্ত মডেলগুলোই প্রথম আপডেট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি— Nothing Phone 2 Nothing Phone 3 Nothing Phone 2a Nothing Phone 2a Plus Nothing Phone 3a Nothing Phone 3a Pro পরবর্তী ধাপে Phone 3a Lite এবং CMF সাব-ব্র্যান্ডের ডিভাইসগুলোকেও আপডেট তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। Nothing OS 4.0–এ কী কী নতুন ফিচার? নতুন অপারেটিং সিস্টেমে Android 16-এর ফিচারের সঙ্গে যুক্ত হয়েছে নাথিং-এর নিজস্ব মিনিমাল ও ডিজাইন-কেন্দ্রিক সফটওয়্যার দর্শন। আপডেটটিতে থাকছে— Extra Dark Mode: গাঢ় কালার টোনে উন্নত কনট্রাস্ট Pop-Up View: মাল্টিটাস্কিংয়ের জন্য ফ্লোটিং উইন্ডো 22 Quick Settings Tile: নতুন বড় আকারের কুইক সেটিংস লেআউট নতুন লক স্ক্রিন ক্লক ডিজাইন Essential Apps সাপোর্ট User-created Widgets, যা Nothing Playground-এ শেয়ার করা যাবে আজ থেকে শুরু হওয়া সাধারণ রিলিজের পরে আপডেটটি ধাপে ধাপে ব্যাচ আকারে সকল সমর্থিত ডিভাইসে পৌঁছবে। Nothing OS 4.0- সংস্থার এ বছরের সবচেয়ে বড় সফটওয়্যার আপডেট, যা নতুন ইন্টারফেস, উন্নত AI টুলস এবং কাস্টমাইজেশনের মাধ্যমে নাথিং-এর সফটওয়্যার ইকোসিস্টেমকে এক নতুন স্তরে নিয়ে যাবে বলে দাবি কোম্পানির। আরও পড়ুন- আইফোনে ৫টি বড় আপগ্রেড, ক্যামেরা থেকে ডিজাইন, বদলে যাবে অভিজ্ঞতা! AI Tools-এর ব্যাপারে বিরাট ঘোষণা ইউটিউবের, যাঁরা কনটেন্ট পোস্ট করে আয় করেন তাঁদের কী হবে? কোন ফোনে মিলবে রিয়েলমির নতুন বেটা আপডেট, থাকবে কী নতুন ফিচার, বিস্তারিত জানুন!

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 2:40 pm

নায়ক হিসেবে পর পর ফ্লপ, এবার পরিচালনায় হাত পাকাচ্ছেন সলমন! ‘দাবাং ৪’দিয়েই হাতেখড়ি?

'দাবাং' পরিচালক অনুভব কাশ্যপের লাগাতার আক্রমণের মাঝে জোর গুঞ্জন বলিপাড়ায়।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 2:39 pm

EPFO Salary Limit Increase: ১৫ হাজার থেকে বেড়ে হল ২৫ হাজার! কী সুবিধা পাবেন আপনি?

Employees Provident Fund Organisation: এতদিন কোনও ব্যক্তির বেসিক স্যালারি যদি ১৫ হাজার টাকার বেশি হত তাহলে তিনি আবশ্যিক পিএফ বা পেনশন স্কিমের সুবিধা পেতেন না। আর এবার সেই ১৫ হাজারের সীমাই বাড়িয়ে দেওয়া নিয়ে চিন্তা ভাবনা করছে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।

টিভি 9 বাংলা 21 Nov 2025 2:34 pm

দিনে ১০-১১টি সিগারেট খাওয়ার সমান দূষণ দিল্লিতে! বন্ধ স্কুলের বাইরে খেলাধুলো

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ করল দিল্লি সরকার।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 2:31 pm

বাংলাদেশে ভূমিকম্পে কাঁপল বাংলা, বাড়ছে মৃতের সংখ্যা

Bangladesh Earthquake: মৌসম ভবনে প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে নরসিংডিতে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎসস্থল ছিল। উৎস্থল অগভীর হওয়ায় জোরাল কম্পন অনুভূত হয়।

টিভি 9 বাংলা 21 Nov 2025 2:30 pm

SIR in Bengal: ফর্ম সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত বিএলও, কাঠগড়ায় বামেরা!

BLO Attacked in Maheshtala: সম্প্রতি রাজ্যে শেষ হয়েছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের ফর্ম বিলির কাজ। এবার পালা ফর্ম সংগ্রহের। বাড়ি বাড়ি গিয়ে ফর্মের একটি প্রতিলিপি ভোটারদের থেকে সংগ্রহ করবেন বিএলও-রা। বৃহস্পতিবার সেই কাজেই মহেশতলার সংশ্লিষ্ট ওয়ার্ডে গিয়েছিলেন সন্তু। তারপরেই বিপত্তি।

টিভি 9 বাংলা 21 Nov 2025 2:28 pm

Murshidabad News: যত কাণ্ড মুর্শিদাবাদে! বহরমপুরে পিস্তলের পাহাড়, ফরাক্কায় তাজা বোমায় তোলপাড়

ফের মুর্শিদাবাদ জেলায় বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার। বহরমপুরে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র-সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর ফরাক্কায় উদ্ধার হয়েছে প্রচুর তাজা বোমা। শুক্রবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হানা দেয়। সেখানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয়,৮টি ৭.৫ এমএম পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড কার্তুজ। সেই সঙ্গে ১০ হাজার টাকার জালনোট বাজেয়াপ্ত হয়েছে। ধৃত দু'জনের নাম আলফাজ মন্ডল ও মনিকা বিবি। দু’জনেই জলঙ্গির ঘোষপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।তদন্তে উঠে এসেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল। কোন নেটওয়ার্কের উদ্দেশ্যে এই অস্ত্র পাচার হচ্ছিল, কারা এর পিছনে জড়িত—তা জানতে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আরও পড়ুন- West Bengal News Live Updates: বাংলাদেশে তীব্র কম্পন, মৃত্যু কমপক্ষে তিনজনের, আহত ৫০-এর বেশি এদিনই দুই অভিযুক্তকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন নিয়ে বহরমপুর সিজিএম আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে, একই দিন গোপন সূত্রের খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ খোসালপুর সংলগ্ন ফিডার ক্যানেলের ধারে অভিযান চালায়। সেখানকার জঙ্গল এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ তাজা বোমা। আরও পড়ুন- BLO-দের চাপ দেওয়ার অভিযোগ, একাধিক DM-BDO-র বিরুদ্ধে FIR চান শুভেন্দুরা পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুমান অনুযায়ী ২০টিরও বেশি তাজা বোমা মজুত করে রাখা হয়েছিল ওই এলাকায়। কে বা কারা এই বিস্ফোরক লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।মুর্শিদাবাদে পরপর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দু’টি ঘটনার তদন্তই চলছে জোরকদমে। আরও পড়ুন- Kolkata Earthquake: বড়সড় ভূমিকম্পে কলকাতা শহরের ঝুঁকি কতটা? বিশেষজ্ঞরা বলছেন চরম উদ্বেগের কথা!

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 2:28 pm

ভূমিকম্পে ছড়াল প্রবল আতঙ্ক, মীরপুরে বন্ধ বাংলাদেশের টেস্ট

দর্শকরাও ভয়ে নিচে নেমে আসেন।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 2:22 pm

RSS-র দফতর ওড়ানোর ছক ISIS জঙ্গিদের! কোথায় বিস্ফোরণ করা হত?

ISIS Terrorists: লখনউয়ের আরএসএস দফতর উড়িয়ে দেওয়ার ছক। দিল্লির মতো লখনউতেও বিস্ফোরণের ছক ছিল। গুজরাট এটিএসের তৎপরতায় সেই প্ল্যান বানচাল হয়ে যায়। তিন আইসিস জঙ্গিকে গ্রেফতার করে গুজরাট এটিএস। ধৃত তিন আইসিস জঙ্গির মধ্যে একজন চিকিৎসকও রয়েছে।

টিভি 9 বাংলা 21 Nov 2025 2:20 pm

বাড়ির এই দিকে পূর্বপুরুষদের ছবি রাখবেন না, জীবন দুর্বিসহ হয়ে উঠবে

বাস্তুশাস্ত্রে বাড়ির বিভিন্ন জিনিসপত্রের সঠিক অবস্থান সম্পর্কে নানা নির্দেশ রয়েছে। বিশ্বাস করা হয়, বাস্তু নিয়ম মেনে চললে সংসারে সুখ-শান্তি বজায় থাকে এবং নানান সংকট থেকেও মুক্তি পাওয়া যায়। বিশেষত, বাড়িতে পূর্বপুরুষদের ছবি কোথায় রাখা উচিত—তা নিয়ে স্পষ্ট পরামর্শ দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্র। ধারনা, সঠিক দিকে পূর্বপুরুষদের ছবি রাখলে পরিবারে সুখ-শান্তি আসে। পূর্বপুরুষদের আশীর্বাদও মেলে। আরও পড়ুন - কিশোর কুমার ছিলেন জীবনসঙ্গী, কিন্তু রুমা গুহঠাকুরতা প্রতিষ্ঠিত হয়েছিলেন নিজ গুণে বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়িতে পূর্বপুরুষদের ছবি রাখার জন্য সবচেয়ে শুভ দিক হল দক্ষিণ। এই দিকটি ‘পিতৃস্থান’বলে পরিচিত। দক্ষিণদিকে ছবি রাখলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং পরিবারের সদস্যদের উপর ইতিবাচক প্রভাব পড়ে বলে বিশ্বাস। তবে সতর্কতা হিসেবে বলা হচ্ছে—পূর্বপুরুষদের ছবি দেয়ালে ঝুলিয়ে রাখা উচিত নয়। এতে বাস্তুদোষের সম্ভাবনা তৈরি হতে পারে। আরও পড়ুন- Vastu Tips: বাড়ির এই দিকে রাখুন হনুমানজির ছবি, একমাসেই 'ম্যাজিক' দেখুন এছাড়া কোন কোন জায়গায় পূর্বপুরুষদের ছবি রাখা একেবারেই নিষিদ্ধ—তা নিয়েও সতর্ক করেছে বাস্তুশাস্ত্র। বিশেষ করে শোবার ঘরে এই ধরনের ছবি রাখা অশুভ বলে মনে করা হয়। এতে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ও বিবাদের আশঙ্কা বাড়ে। একই সঙ্গে বাড়িতে পূর্বপুরুষদের একাধিক ছবি রাখার বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে। এর ফলে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে এবং আর্থিক সমস্যা দেখা দিতে পারে। বাস্তু মতে, পূর্বপুরুষদের ছবির চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এতে শুভফল মেলে বলে বিশ্বাস। পাশাপাশি জীবিত ব্যক্তিদের ছবি কখনই পূর্বপুরুষদের ছবির পাশে রাখা উচিত নয়। ধারণা, এতে জীবিতদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আরও পড়ুন- শীতের কামড় থেকে কীভাবে নিরাপদে রাখবেন আদরের পোষ্যকে? জানুন ৫টি সিক্রেট টিপ স

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 2:20 pm

সাংগঠনিক ‘দুর্বলতা’নিয়ে চিন্তা, ভোটের আগে বাংলায় বিজেপির রথযাত্রার ভাবনা

একুশের বিধানসভা নির্বাচনের আগেও রথযাত্রা কর্মসূচি নিয়েছিল বঙ্গ বিজেপি।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 2:18 pm

Delhi blast |দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়, আটার কলে তৈরি হত বিস্ফোরক!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত মুজাম্মিল শাকিল গানাই বিস্ফোরকের রাসায়নিক প্রস্তুত করার জন্য একটি সাধারণ আটার কল ব্যবহার করত বলে সূত্র মারফত জানা গিয়েছে। হরিয়ানার ফরিদাবাদে এক ট্যাক্সিচালকের বাড়ি থেকে উদ্ধার হওয়া এই আটার কল ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির ছবি (ছবির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) সম্প্রতি প্রকাশ্যে এসেছে। জম্মু ও […] The post Delhi blast | দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়, আটার কলে তৈরি হত বিস্ফোরক! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 2:18 pm

রাম মন্দিরের ১৯১ ফুট উঁচু চূড়ায় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি খতিয়ে দেখলেন যোগী

বিশ্বের প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চলেছে অযোধ্যা।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 2:17 pm

আইপিএলে ঘর গোছানোর পালা শেষ, ‘নিয়মরক্ষা’র নিলামে কোন দিকে নজর এই ফ্র্যাঞ্চাইজির?

নিলামের জন্য তাদের হাতে রয়েছে ১১.৫০ কোটি টাকা।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 2:14 pm

চোখ দেখাতে ২০ বছর সময় লাগে? বাংলাদেশির কাণ্ড শুনে অবাক…

Bangladeshi Infiltrators: এসআইআরের জুজু। ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন শুরু হতেই মধ্যমগ্রাম থেকে উধাও অনুপ্রবেশকারীরা। ১৫ বছর আগে অনুপ্রবেশ করে ভারতে এসেছিল রবিউল মণ্ডল। পরিবারে পাঁচজন সদস্য ছিল। এখানে এসে যাবতীয় নথি বানিয়ে নেয়। এমনকী লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি প্রকল্পের সুবিধাও পাচ্ছিল।

টিভি 9 বাংলা 21 Nov 2025 2:05 pm

৭ কিমি দীর্ঘ সুড়ঙ্গে ৮০ রুমের কমপ্লেক্স! হামাসের ঘাঁটিতে হানা ইজরায়েল সেনার, ভাইরাল ভিডিও

হামাসের এই সুড়ঙ্গ থেকেই উদ্ধার লেফটেন্যান্ট হারদার গোল্ডিনের মৃতদেহ।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 2:04 pm

অনুপ্রবেশকারীদের বাঁচাতে SIR বিরোধিতা! কমিশনকে মমতার চিঠির পরই সরব শাহ

গণতন্ত্রের শুদ্ধিকরণের জন্য জরুরি SIR, দাবি শাহের।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 2:03 pm

Rishabh Pant: জরুরিকালীন ক্যাপ্টেন, আগ্রাসনেও ভারসাম্য রাখতে চান পন্থ!

গিলহীন ব্যাটিংয়ের দায়িত্ব সামলাতে হবে। দুরন্ত প্রতিপক্ষকে থামাতে হবে। আর সমতা ফেরাতে হবে সিরিজে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে ওয়াইটওয়াশ হয়ে গিয়েছিল ভারত। ইডেন ধরলে ০-৩ ফলাফল এখন ০-৪ হয়ে গিয়েছে।

টিভি 9 বাংলা 21 Nov 2025 2:02 pm

পুরুলিয়া থেকে রায়গঞ্জ, মৌমাছির আক্রমণে একের পর এক মৃত্যু! বাড়ছে আতঙ্ক

ঝাঁকে ঝাঁকে দংশনেই হয় সমস‌্যা।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 1:57 pm

থাকে না ডেটা, লাগে না ফোন নম্বর! দিল্লি কাণ্ডের পর ‘সেশন’অ্যাপ নিয়ে সতর্ক বঙ্গ পুলিশ

আইপি অ্যাড্রেস মাস্ক করে দেয় এই অ্যাপ!

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 1:55 pm

এসআইআরের কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনা, মাথাভাঙায় মৃত্যু বিএলওর

মৃত বিএলও মহিষমুড়ির শিয়ালডাঙা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 1:54 pm

ক্যানসার-কোমাকে হারিয়ে খেলার মাঠে জীবনের জয়ধ্বনি দিচ্ছেন বাংলার তরুণিকা

পাঁচ মিটারের দূরের পর সবকিছু অন্ধকার লাগে তরুণিকার চোখে।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 1:53 pm

Amitabh Bachchan: হঠাৎ উদয় অমিতাভের ‘নতুন ছেলে’, সোজা চাইলেন সম্পত্তিতে ভাগ!

Amitabh Bachchan Controversy: দীর্ঘদিন ধরেই জনপ্রিয় শো কৌন বানেগা ক্রৌড়পতি সঞ্চালনা করছেন বিগ বি। তবে এই অনুষ্ঠানেই বড় বিপাকে পড়লেন তিনি। অমিতাভ বচ্চনের সম্পত্তির ভাগ চাইলেন এক জনপ্রিয় ইউটিউবার। এবার কী করবেন? সত্যিই সম্পত্তির ভাগ দিতে হবে ইউটিউবারকে?

টিভি 9 বাংলা 21 Nov 2025 1:46 pm

Winter Pet Care Tips: শীতের কামড় থেকে কীভাবে নিরাপদে রাখবেন আদরের পোষ্যকে? জানুন ৫টি সিক্রেট টিপস

Winter Pet Care Tips: শীত জাঁকিয়ে বসতে শুরু করেছে। তার প্রভাব শুধু মানুষের ওপর নয়, পোষা প্রাণীদের ওপরও পড়তে শুরু করেছে। তাপমাত্রা কমে গেলে কুকুর-বিড়ালসহ বিভিন্ন পোষ্য প্রাণীর সর্দি-কাশি, কাশি, জয়েন্টে ব্যথার মত সমস্যা দেখা দিতে পারে। তাই শীত কালে পোষা প্রাণীর বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। Vastu Tips: বাড়ির এই দিকে রাখুন হনুমানজির ছবি, একমাসেই 'ম্যাজিক' দেখুন পোষা প্রাণীর জন্য উষ্ণ পোশাক শীতকালে পোষা প্রাণীকে ঠান্ডা থেকে রক্ষা করতে তাদের জন্য আলাদা উষ্ণ পোশাকের ব্যবস্থা রাখা উচিত। এখন বাজারে বিভিন্ন ডিজাইনের জ্যাকেট, সোয়েটার, নাইট স্যুটসহ নরম উলের তৈরি অনেক পোশাক পাওয়া যায়। এগুলি পোষ্যের শরীরকে ঠান্ডা বাতাস থেকে রক্ষা করার পাশাপাশি তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। আরও পড়ুন- কিশোর কুমার ছিলেন জীবনসঙ্গী, কিন্তু রুমা গুহঠাকুরতা প্রতিষ্ঠিত হয়েছিলেন নিজ গুণে মেঝেতে ঘুমানো এড়িয়ে চলুন শীতে টালি, সিমেন্ট বা পাথরের মেঝে খুব ঠান্ডা হয়ে যায়। এতে পোষা প্রাণীর শরীরের তাপমাত্রা দ্রুত কমে যেতে পারে। তাই শীতকালে তাদের জন্য পুরু কম্বল, উষ্ণ বিছানার ব্যবহার করা ভাল। যারা বাইরে থাকে, তাদের খাঁচা বা আশ্রয়স্থল ঠান্ডা বাতাস থেকে সুরক্ষিত রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাসে পরিবর্তন করুন শরীরকে উষ্ণ রাখতে শীতকালে প্রাণীদের খাবারের তালিকাতেও বেশ কিছু বদল আনা জরুরি। খাদ্যতালিকায় প্রোটিনসমৃদ্ধ খাবার যুক্ত করা উচিত। পুষ্টিকর খাদ্য পোষা প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আরও পড়ুন- এই ঘরোয়া সামান্য জিনিসেই চুল করুন মজবুত আর ঘন! বারবার স্নান করানো এড়িয়ে চলুন শীতকালে অতিরিক্ত স্নান করালে পোষা প্রাণীর ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এবং লোম রুক্ষ হতে পারে। পাশাপাশি শরীরের তাপমাত্রা কমে যাওয়ার ঝুঁকি থাকে। তাই সপ্তাহে একবার বা দশ দিনে একবার স্নান করানোই ভালো। স্নানের সময় হালকা গরম জল ব্যবহার করা উচিত। রোদে সময় কাটানো জরুরি শীতকালে প্রতিদিন হালকা হাঁটা, দৌড়ঝাঁপ বা খেলাধুলার মাধ্যমে তাদের অ্যাকটিভ রাখা উচিত। দুপুরের দিকে রোদে বসানো বা পার্কে নিয়ে যাওয়া তাদের শরীর উষ্ণ রাখতে সাহায্য করে এবং মন-মেজাজও ভালো রাখে। সন্ধ্যার পর ঠান্ডা হাওয়া থেকে পোষা প্রাণীদের দূরে রাখাই শ্রেয়। আরও পড়ুন- পাঁচ মিনিটেই উধাও হবে দাঁতের ব্যাথা, ঘরোয়া এই 'ম্যাজিক' সলিউশন লাখো মানুষের বড় ভরসা

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 1:45 pm

নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়! ‘দেশছাড়া হওয়ার ভয়ে’মৃত্যু ৮৩’র বৃদ্ধার

SIR নিয়ে আতঙ্ক ছড়িয়েছে আমজনতার মধ্যে।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 1:45 pm

SIR in Bengal: ‘অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে…’, নাম না করেই মমতাকে নিশানা শাহের

Amit Shah vs Mamata Banerjee: এদিন তিনি আরও বলেন, 'দুর্ভাগ্যবশত, বেশ কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের নিরাপত্তা প্রদানে উদ্য়ত্ত হয়েছে। তাঁরা কমিশনেরও বিরোধী। ভারতের নির্বাচন কমিশন যে ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ চালাচ্ছে, তা তাঁরা চায় না।' কিন্তু কাকে এমন আক্রমণ?

টিভি 9 বাংলা 21 Nov 2025 1:42 pm

Sunil Gavaskar |চোখ খুলবে গম্ভীরদের, বিশ্বাস গাভাসকারের

নয়াদিল্লি: পার্ট টাইম অলরাউন্ডার দিয়ে চলবে না।টেস্টে সাফল্য পেতে হলে বিশেষজ্ঞ ক্রিকেটারের ওপর জোর দিতে হবে। সুনীল গাভাসকারের বিশ্বাস ইডেন গার্ডেন্স টেস্ট গৌতম গম্ভীরদের চোখ খুলে দিয়েছে। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে নিজেদের ভাবনায় রদবদল আনবে। ভারতীয় দলের ইডেন পারফরমেন্স নিয়ে কাটাছেঁড়ায় উসকে দিলেন ঘরোয়া ক্রিকেটে সফল সরফরাজ খান, করুণ নায়ারদের গুরুত্ব দেওয়ার কথাও। অজিত […] The post Sunil Gavaskar | চোখ খুলবে গম্ভীরদের, বিশ্বাস গাভাসকারের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 1:35 pm

একটুর জন্যে ছিটকে গেলেন ভারতের প্রতিযোগী মনিকা, মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতলেন কে?

এ বছর বিচারকদের মধ্যে ছিলেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল, যিনি প্রতিযোগিতার বিভিন্ন পর্বে প্রতিযোগীদের মূল্যায়ন করেন। অংশগ্রহণকারী দেশগুলির তালিকায় ছিল চিলি, কিউবা, কলম্বিয়া, গুআদেলুপ, মেক্সিকো, পুয়ের্তো রিকো, ভেনেজুয়েলা, চীন, ফিলিপাইন, থাইল্যান্ড, মাল্টা এবং কোট ডি’আইভোয়ার সহ আরও বহু দেশ।

টিভি 9 বাংলা 21 Nov 2025 1:35 pm

Harbhajan Singh |পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন হরভজনের

আবু ধাবি: পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন নয়। ভারতীয় ক্রিকেট দলের যে নীতির উলটো পথেই হাঁটলেন হরভজন সিং। অতীতে করমর্দন বিতর্কে কড়া পদক্ষেপ নিলেও আবু ধাবি টি১০ টুর্নামেন্টে অন্য ছবি। ম্যাচ শেষে হাত মেলাতে দেখা গেল প্রতিপক্ষের পাক বোলার শাহনওয়াজ দাহানির সঙ্গে। দুইজনকে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায়। ম্যাচের ফলাফল ছাপিয়ে পাক ক্রিকেটারের সঙ্গে হরভজনের […] The post Harbhajan Singh | পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন হরভজনের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 1:29 pm

Kharibari |খাবারের খোঁজে লোকালয়ে হানা দিল গজরাজ! জখম মহিলা, ক্ষতিগ্রস্ত ৩টি বাড়ি

খড়িবাড়ি: খাবারের খোঁজে লোকালয়ে হানা দিল গজরাজ (Elephant Attack)। হাতির হানায় জখম হয়েছেন এক মহিলা। ক্ষতিগ্রস্ত ৩টি বাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে খড়িবাড়ির (Kharibari) বুড়াগঞ্জের কৌরিজোত এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল গভীর রাতে টুকরিয়াঝাড় ফরেস্ট থেকে লোকালয়ে ঢুকে পড়ে একটি হাতি। কৌরিজোত গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। ঘটনায় ৩টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। হাতির মুখে […] The post Kharibari | খাবারের খোঁজে লোকালয়ে হানা দিল গজরাজ! জখম মহিলা, ক্ষতিগ্রস্ত ৩টি বাড়ি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 1:29 pm

ভুয়ো আইপিএস পরিচয়ে টাকা আত্মসাতের ছক! আলিপুরদুয়ারে গ্রেপ্তার অভিযুক্ত

রাজ কুমার, আলিপুরদুয়ার: ফের ভুয়ো আইপিএস অফিসার গ্রেপ্তার। আইপিএস অফিসার সেজে প্রতারণার ছক আলিপুরদুয়ারে। পুলিশের জলে গ্রেফতার বিধাননগরের অভিযুক্ত। ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ বিশ্বাস। গোপন সূত্রের খবর পেয়ে শহরের ট্রান্সপোর্ট বাজার এলাকা থেকে অভিযুক্ত ভুয়ো আইপিএস অফিসারকে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার থানার পুলিশ। অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেপাজতে নেওয়ার আর্জি জানাবে পুলিশ। দু’দিন আগে আলিপুরদুয়ার শহরের […]

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 1:24 pm

Guwahati |পিচ নিয়ে গম্ভীরের উলটো পথে সীতাংশু!

গুয়াহাটিঃ টার্নার চেয়েছিলেন। টার্নার পেয়েছিলেন।তারপরও ইডেন গার্ডেন্স টেস্টে টিম ইন্ডিয়ার কী হাল হয়েছিল, সবার জানা। ঘরের মাঠে নিজেদের ফাঁদে ডুবেছিল ভারতীয় দল। পরিণাম, প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। শনিবার থেকে গুয়াহাটির বর্ষাপাড়ার ক্রিকেট মাঠে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। তার আগে যথারীতি পিচ নিয়ে চর্চা চলছে। সময়ের সঙ্গে পাল্লা […] The post Guwahati | পিচ নিয়ে গম্ভীরের উলটো পথে সীতাংশু! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 1:24 pm

৬১ বছর পর লখনউয়ে জাতীয় জাম্বুরি, প্রস্তুতিতে বিশেষ নজরদারি যোগীর

মহিলা ক্যাডেটদের সুরক্ষার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 1:24 pm

Shubman Gill Injury Update: ঠিক কী হয়েছে শুভমানের? কতখানিই বা ভয়ানক এই চোট?

Shubman Gill: অধিনায়ক শুভমান গিলের চোট নিয়ে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) চিন্তা ক্রমশ বেড়েই চলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচে যে তিনি খেলতে পারবেন না, তা ইতিমধ্যে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। প্রশ্ন হল, শুভমানের এই চোট ঠিক কতখানি গুরুতর? প্রথম টেস্ট ম্য়াচে ব্যাট করার সময় ঘাড়ের মাংসপেশিতে টান অনুভব করেন শুভমান। এরপর তাঁকে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যেতে হয়েছিল। জানা গিয়েছে, শুভমানের ঘাড়ে আপাতত যথেষ্ট ব্যথা রয়েছে। এমনকী, ঘাড় ঘোরাতেও সমস্যা হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়। গিলের সেই চোট আপাতত কেমন রয়েছে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে চিকিৎসকদের একাংশ মনে করছেন, শুভমানের চোট যদি গুরুতর হয়, সেক্ষেত্রে হয়ত তিন থেকে ছ'মাস তাঁকে বিশ্রাম গ্রহণ করতে হবে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। Shubman Gill Injury Update: দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শুভমন, গুয়াহাটিতে ভারতের নেতৃত্বে কে? শুভমানের চোট নিয়ে বর্তমান আপডেট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিন শুভমান গিল ব্যাট করতে নেমেছিলেন। তিনটে বল খেলতে না খেলতেই তিনি ঘাড়ের পেশিতে অস্বস্তি অনুভব করেন। এরপর মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান তিনি। দুই ইনিংসে আর ব্যাট করতে নামেননি। শুভমানের ঘাড়ে MRI করা হয়েছে। তাঁকে আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক দীনেশ পারদিওয়ালার পর্যবেক্ষণে আপাতত রয়েছেন শুভমান। ইতিপূর্বে, বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের চোট সারিয়েছেন তিনি। জানা গিয়েছে, শুভমানের নাকি ইন্টার-স্পাইনাস লিগামেন্ট ইনজুরি হয়েছে। Shubman Gill Latest Injury Update: আশঙ্কাই হল সত্যি, ভয়ঙ্কর বিপদে শুভমান! ভর্তি হাসপাতালে ইন্টার-স্পাইনাস লিগামেন্ট ইনজুরি কতখানি ভয়ানক? ঘাড়ের হাড়ে প্রত্যেকটা কশেরুকার ঠিক পিছনে একটি করে স্পাইনাস প্রসেস থাকে। এগুলোর মধ্যে যে লিগামেন্ট যুক্ত থাকে, সেটাকেই ইন্টার-স্পাইনাস লিগামেন্ট বলা হয়ে থাকে। যদি এই লিগামেন্টে কোনও কারণে চোট লাগে, তাহলে সেটাকে বলা হয় সার্ভাইকাল ইন্টার লিগামেন্ট। আপনার ঘাড় যদি আচমকা সামনে কিংবা পিছনের দিকে মুচড়ে যায়, তকন এইধরনের চোট লাগে। ঘাড়ের মাংসপেশিতে টান লাগে। এমনকী, অনেকসময় লিগামেন্ট ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। Shubman Gill: কতটা গুরুতর শুভমানের চোট? আদৌ ইডেনে আর ব্যাট করতে পারবেন তিনি? সুস্থ হতে কতটা সময় লাগবে শুভমানের ইন্টার স্পাইনাস লিগামেন্ট ইনজুরি কতখানি ভয়ঙ্কর, সেটা গ্রেডের উপর নির্ভর করে। যদি শুভমান গ্রেড ১ চোট পান, তাহলে ঘাড়ের পেশিতে অত্যন্ত যন্ত্রণা হবে। কিন্তু, সেটা দ্রুত ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি সেটা না হয়, তাহলে সুস্থ হতে বেশ খানিকটা সময় লেগেই যাবে। গ্রেড ১ থেকে পুরোপুরি সুস্থ হলে ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে। গত ১৫ নভেম্বর চোট পেয়েছিলেন শুভমান। দ্বিতীয় টেস্টের জন্য তিনি ফিট হতে পারেননি। South Africa vs India, Shubman Gill Injury: টিম ইন্ডিয়ার চরম দুঃসংবাদ, ভয়ঙ্কর চোটে কাহিল অধিনায়ক শুভমান গিল যদি গ্রেড ২ ইনজুরি হয়, আপাতত যেটা আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে ঘাড়ের যন্ত্রণা অব্যাহত থাকে। একদিক থেকে অন্যদিকে ঘাড় ঘোরাতে গেলেও বীভৎস যন্ত্রণা হয়। এই চোট সম্পূর্ণ সারতে ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। অর্থাৎ, শুভমান গিলের ইনজুরির মাত্রা যদি গ্রেড ২ হয়ে থাকে, সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না। ৩ থেকে ৬ মাসও বাড়তে পারে বিশ্রামের মেয়াদ! তবে শুভমান গিল যদি গ্রেড ৩ ইনজুরি পেয়ে থাকে, তাহলে সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা হবে। কারণ এই চোট সম্পূর্ণভাবে সারতে ৩ থেকে ৬ মাস সময় লেগে যায়। এই পরিস্থিতিতে ঘাড় একেবারে স্থিতিশীল থাকে না। মাথা সোজা করে রাখাটাই বেশ কঠিন হয়ে যায়। শুভমানের এমনও কিছু কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া গিয়েছে। যদি শুভমানের চোটের পরিমাণ গ্রেড ৩ হয়ে থাকে, তাহলে ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলার স্বপ্ন চুরমার হয়ে যাবে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে আইসিসি-র এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 1:21 pm

Achraf Hakimi |আফ্রিকার বর্ষসেরা হাকিমি

রাবাত: ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর অবিশ্বাস্য দৌড়ের অন্যতম এক কান্ডারি। গত মরশুমে প্যারিস সাঁ জাঁ-র উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন সেই আচরাফ হাকিমি। ১৯৯৮ সালে আফ্রিকার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মুস্তাফা হাদজি। সেই শেষবার মহাদেশের বর্ষসেরার পুরস্কার উঠেছিল কোনও মরক্কান ফুটবলারের হাতে। তার প্রায় আড়াই দশকেরও বেশি সময় […] The post Achraf Hakimi | আফ্রিকার বর্ষসেরা হাকিমি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 1:16 pm

মিনিটখানেকের কম্পনে তছনছ, বাংলাদেশে ভূমিকম্পে মৃত অন্তত ৪

একাধিক গুরুত্বপূর্ণ ভবনে ফাটল দেখা গিয়েছে।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 1:16 pm

Falakata |তৈরির আগেই ভেঙে যাচ্ছে কালভার্ট! ক্ষোভ কালীপুরে

ফালাকাটা: দেড় বছর আগে পথশ্রী প্রকল্পে প্রায় ৬ কিলোমিটার পাকা রাস্তার কাজ শুরু হয়েছিল। সেই কাজ এখনও সম্পন্ন হয়নি। কাজ একেবারে ধীরগতিতে ও নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ। এনিয়ে ক্ষুব্ধ ফালাকাটা (Falakata) ব্লকের কালীপুর গ্রামের বাসিন্দারা। ওই রাস্তায় একটি কালভার্টের কাজও রয়েছে। স্থানীয়রা জানান, মাস দুয়েক আগে কালভার্টের কাজ শুরু হয়। কিন্তু নিয়মিত কাজ চলছে না। […] The post Falakata | তৈরির আগেই ভেঙে যাচ্ছে কালভার্ট! ক্ষোভ কালীপুরে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 1:10 pm

SIR-এর প্রতিবাদে ফের পথে মুখ্যমন্ত্রী, মঙ্গলে মতুয়াগড়ে মিছিল ও সভা

বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করার কথা তাঁর।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 1:09 pm

BLO-দের চাপ দেওয়ার অভিযোগ, একাধিক DM-BDO-র বিরুদ্ধে FIR চান শুভেন্দুরা

রাজ্যে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে ফের তীব্র রাজনৈতিক তরজা। শুক্রবার একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাতে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দল। সেই দলটির নেতৃত্বে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের নাম নিয়মিতভাবে ভোটার লিস্টে তোলা হচ্ছে, আর এই কাজে শাসকদলের সক্রিয় ভূমিকা রয়েছে। শুভেন্দুর বক্তব্য, গত কয়েকদিন ধরেই সীমান্ত এলাকায় “লক্ষ লক্ষ লোক” ভিড় করছেন এবং বিভিন্ন নামে পরিচয় দিচ্ছেন। কেউ বলছেন তাঁদের বাড়ি বাংলাদেশের খুলনা, কেউ রাজশাহী, কেউ সাতক্ষীরা, আবার কেউ পঞ্চগড়। তাঁর দাবি, “এর চেয়ে বড় প্রমাণ আর হয় না। দু’বার-তিনবার ভোট দেওয়ার স্বীকারোক্তিও অনেকেই করছেন।” আরও পড়ুন- West Bengal News Live Updates: ফের সুপার অ্যাকশন মোডে ED! একসঙ্গে ২৫ জায়গায় একযোগে হানা বিরোধী দলনেতা আরও জানান, এই সংক্রান্ত একাধিক তথ্য ও অভিযোগ তাঁরা ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ বারতীর কাছে জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করেই পশ্চিমবঙ্গের জনসংখ্যার মানচিত্র বদলে দিয়েছেন। দেশের সর্বনাশ করছেন তিনি।” আরও পড়ুন- Kolkata earthquake: হালকা নয়, জোরালো কম্পন—কলকাতা থেকে কোচবিহার, একাধিক জেলায় ভূমিকম্প প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ: শুধু তাই নয়, শুভেন্দু দাবি করেন, ভোটার তালিকা সংশোধনের সময়ে বিডিও, ডিএমসহ প্রশাসনের একাংশ বিএলওদের চাপ দিচ্ছেন। এমনকি পূর্ব মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমানের কয়েকজন জেলা ম্যাজিস্ট্রেট নাকি সরাসরি বিএলওদের কাছ থেকে OTP চেয়েছেন, যা আইনি ভাবে সম্পূর্ণ বেআইনি। বিএলওদের অভিযোগের কপি নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছেন বলেও দাবি শুভেন্দুর।তিনি প্রশ্ন তোলেন, “যাঁরা এই বেআইনি চাপ দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে FIR হবে না কেন?” আরও পড়ুন- Kolkata Earthquake: বড়সড় ভূমিকম্পে কলকাতা শহরের ঝুঁকি কতটা? বিশেষজ্ঞরা বলছেন চরম উদ্বেগের কথা! হিন্দু শরণার্থীদের নাম তালিকায় রাখার দাবি: এই প্রসঙ্গে শুভেন্দুর দাবি, হিন্দু শরণার্থীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, কারণ তাঁদের নাগরিকত্বের দাবি আইনত গ্রহণযোগ্য। অন্যদিকে “ইসমাইল খান”–এর মতো নামের সঙ্গে একাধিক জেলায় লিঙ্ক তৈরি করে “বাংলাদেশি ভোটারদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে”—এমন অভিযোগও করেন তিনি। আরও পড়ুন- Kolkata earthquake: কলকাতা-সহ রাজ্যজুড়ে জোরালো ভূমিকম্পে তীব্র আতঙ্ক, বহুতল ছেড়ে রাস্তায় কাতারে কাতারে মানুষ শাসকদলকে সরাসরি নিশানা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দুর অভিযোগ আরও কড়া। তাঁর আরও দাবি, বিএলওদের মানসিকভাবে চাপে রাখা থেকে শুরু করে তাঁদের পারিশ্রমিক সংক্রান্ত ফাইল আটকে রাখা,ডেটা এন্ট্রির কাজে লোক নিয়োগের টাকার ফাইল আটকে রেখেছেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালের লোকসভা ভোটে ক্যামেরা বন্ধ রেখে ভুয়ো ভোট করানো হয়েছিল বলে ফের একবার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। বিরোধী দলনেতার স্পষ্ট বার্তা, “আমরা আর ছাড়ব না। মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গে বেআইনি কাজ আর করতে দেব না।”

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 1:07 pm

Ditipriya Roy: জিতুকে নিয়ে মন্তব্যে অনীহা! টেলি অ্যাকাডেমি পুরষ্কার জিতে বিস্ফোরক দিতিপ্রিয়া

Ditipriya Roy-Jeetu Kamal: শেষ কিছুদিন ধরেই টলিউডের অন্দরে কান পাতলে একটাই খবর শোনা যাচ্ছে। চিরদিনই তুমি যে আমার ঘিরে নানা বিতর্ক। জনপ্রিয় এই ধারাবাহিকে জিতু অভিনয় করছিলেন প্রধান চরিত্রে। এবং মাস তিনেক আগেই হঠাৎ করে জিতুর বিরুদ্ধে অভিযোগ করেন দিতিপ্রিয়া। তাঁর আচরণ নাকি একেবারেই ভাল লাগেনি তাঁর। অভিনেত্রী তাঁর বিরুদ্ধে আরও অশালীন মন্তব্যের অভিযোগ আনেন। তবে, সেই ঘটনার শেষ হয় প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে। তারপর বেশ কিছুদিন শান্তি-স্বস্তিতে শুটিং করেছেন তাঁরা। তবে, আবার শেষ কিছুদিন ধরে নানা অশান্তি। জিতু নাকি মিটিং -এর মাঝেই বেরিয়ে গিয়েছিলেন এমনটাই খবর। সহ-অভিনেত্রী অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়ার সঙ্গে কোনও সমস্যা নাকি? সেই বিষয়ে কেউ কোনও খোলসা করেননি। The Family Man season 3 Review: অ্যাকশন-থ্রিলার ভরপুর, তবু গল্পে খামতি! ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ কি প্রত্যাশা পূরণ করল? তবে, শোনা যাচ্ছিল জিতু নাকি আর মুখ্য ভুমিকায় অভিনয় করবেন না। কিন্তু, এই খবর প্রকাশ্যে আসতেই, জিতুর ফ্যানেরা রীতিমতো আক্রমণ করতে শুরু করেন দিতিপ্রিয়াকে। তিনিই নাকি জিতুর শো ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণ, এমনটাই বক্তব্য ছিল তাঁদের। এবং কটাক্ষের বন্যা সমাজ মাধ্যমে সাংঘাতিক। এর মধ্যেই জিতু জানিয়েছেন, তিনি-ই থাকছেন মুখ্য ভুমিকায়। অর্থাৎ আর্য হিসেবে তাকে দেখা যাবে। কিন্তু... Earthquake in Bangladesh: সকালের ভূমিকম্পে কম্পিত দুই বাংলা, আতঙ্কে ঘুম উড়েছে নুসরত-ইমনদের গতকাল দিতিপ্রিয়া পুরষ্কার জেতেন। টেলি অ্যাকাডেমি পুরষ্কার পেয়েছেন তিনি। প্রিয় মেয়ের ভুমিকায় পুরষ্কার পেয়েছেন তিনি। সেই গল্প প্রকাশ্যে আসতেই, অনেকেই রেগে আগুন। তবে, কুছ তো লোগ কাহেঙ্গে... আর দিতিপ্রিয়া সোজা জানিয়েছেন, জিতু এবং ধারাবাহিক নিয়ে কোনও মন্তব্য করতে চান না তিনি। এরপরই গটগট করে হেঁটে বেরিয়ে গেলেন অভিনেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 1:06 pm

Vastu Tips: বাড়ির এই দিকে রাখুন হনুমানজির ছবি, একমাসেই 'ম্যাজিক' দেখুন

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রী রামের পরম ভক্ত বজরঙ্গবলী হনুমান জির যথাযথ পূজা করলে জীবনের সব বাধা-বিপত্তি দূর হয় এবং ঘরে সুখ-শান্তি বিরাজ করে। অনেকেই বিশ্বাস করেন, বাড়িতে হনুমান জির ছবি রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং হনুমান জির আশীর্বাদ মেলে। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে হনুমান জির ছবি কোথায় রাখা হবে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল স্থানে ছবি রাখলে এর বিপরীত প্রভাব পড়তে পারে। আরও পড়ুন- এই ঘরোয়া সামান্য জিনিসেই চুল করুন মজবুত আর ঘন! বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, হনুমানজির ছবি সঠিক দিকে লাগালে পরিবারের সদস্যরা হনুমানজির কৃপা লাভ করেন এবং জীবনের ঝামেলা দূর হয়। তাই সংকট মোচনের ছবি রাখার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আরও পড়ুন- পাঁচ মিনিটেই উধাও হবে দাঁতের ব্যাথা, ঘরোয়া এই 'ম্যাজিক' সলিউশন লাখো মানুষের বড় ভরসা শোবার ঘরে রাখবেন না বাস্তুশাস্ত্র মতে, শোবার ঘরে হনুমান জির ছবি রাখা শুভ নয়। বিশ্বাস করা হয়, শোবার ঘরে ভগবানের ছবি থাকলে পরিবারের মধ্যে অশান্তি তৈরি হতে পারে এবং বজরঙ্গবলীর আশীর্বাদ প্রাপ্তি ঘটে না । একইভাবে, বাথরুমের কাছেও হনুমানের ছবি রাখা এড়িয়ে চলা উচিত। এতে বাড়িতে নেতিবাচক শক্তি জন্ম নিতে পারে, যা বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। কোন দিকে রাখবেন হনুমানজির ছবি বাড়ির দক্ষিণ দিকে হনুমানজির ছবি লাগানো সবচেয়ে শুভ। দক্ষিণ দিককে সংকট মোচনের দিক হিসেবে ধরা হয়। এই স্থানে হনুমানজির ছবি বা মূর্তি রাখলে বাস্তু দোষ দূর হয় এবং জীবনের নানা সমস্যা কমে। একই সঙ্গে, নেতিবাচক শক্তিও দূর হয়ে ঘরে শান্তি ও সমৃদ্ধি আসে। আরও পড়ুন- কিশোর কুমার ছিলেন জীবনসঙ্গী, কিন্তু রুমা গুহঠাকুরতা প্রতিষ্ঠিত হয়েছিলেন নিজ গুণে কোন ভঙ্গির ছবি শুভ বাস্তুশাস্ত্র অনুসারে, বসার ভঙ্গির হনুমানের ছবি ঘরে রাখলে সুখ, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। তাই ছবি নির্বাচন করার সময় ভঙ্গির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। এছাড়া, লাল রঙের হনুমানজীর ছবি ঘরের নেতিবাচক শক্তি দূর করতে বিশেষভাবে উপকারী। বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখারও বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয়, পঞ্চমুখী হনুমান অশুভ শক্তির প্রবেশ রোধ করেন এবং বাড়িকে সুরক্ষিত রাখেন। অনেকে বাড়িতে উড়ন্ত হনুমান জির ছবিও লাগাতে পারেন। বাস্তুশাস্ত্রে বলা হয়, উড়ন্ত হনুমানজীর উপস্থিতি জীবনের প্রতিটি কাজে সাফল্য আসে। পাশাপাশি কর্মক্ষেত্রে বাঁধা বিপত্তি দূর করে। আরও পড়ুন- এই ঘরোয়া সামান্য জিনিসেই চুল করুন মজবুত আর ঘন!

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 1:06 pm

সাংসদ-বিধায়করা এলেই উঠে দাঁড়াতে হবে সরকারি কর্মীদের! নতুন ফতোয়া মহারাষ্ট্রে

ফোনে কথোপকথনেরও ভদ্র এবং সম্মানজনক ভাষা ব্যবহার করতে হবে সরকারি আধিকারিকদের।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 1:00 pm

SIR in Bengal: বিএলএ-দের নিয়ে সন্তুষ্ট নন অভিষেক! ডাকলেন বৈঠক

Abhishek Banerjee Hold Meeting: এসআইআর আবহে ঠাকুরনগর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ঠাকুরনগরে মতুয়াদের ভোটব্য়াঙ্ক। এসআইআর-এর কারণে সেই ভোটব্যাঙ্ক যদি রুষ্ঠ হয় বা কোনও কারণে হাতছাড়া হয়, তা হলে তার প্রভাব কিছুটা হলেও শাসকশিবিরের ভোটে পড়বে বলেই মত একাংশের।

টিভি 9 বাংলা 21 Nov 2025 12:54 pm

‘যে দাড়ি কামায়, সেও রাঁধে’, পুরুষতান্ত্রিক গোয়েন্দামহলকে চ্যালেঞ্জ ছুড়ে ‘খুনির সন্ধানে মিতিনে’র নয়া মিশন

কোয়েল মল্লিকের অ্যাকশনের মারপ্যাঁচ, রগরগে সংলাপে জমজমাট 'একটি খুনির সন্ধানে' টিজার।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 12:54 pm

Chirodini Tumi Je Amar: 'হ্যাঁ আমি আবার...', 'চিরদিনই তুমি যে আমার' নায়ক বদলের গুঞ্জনের মাঝে মুখ খুললেন জীতু

Jeetu-Ditipriya Chirodini Tumi Je Amar: দ্বিতীয়বার প্রকাশ্যে জীতু কমল আর দিতিপ্রিয়া রায়ের অর্ন্তকলহ। নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে শট দিতে দিতিপ্রিয়ার আপত্তি ঘিরেই অশান্তির সূত্রপাত। এরপর সোশ্যাল মিডিয়ায় পরস্পরের ফ্যান ফলোয়ার্স একে অপরকে তীর্যক মন্তব্যে বিদ্ধ করেছে। এমনও শোনা গিয়েছিল আর্য সিংহ রায়ের চরিত্রে আর দেখা যাবে না জীতু কমলকে তবে অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়াই থাকছেন। নায়ক পরিবর্তনের গুঞ্জন প্রকাশ্যে আসতেই দ্বিবিভক্ত হয়েছিল সোশ্যাল মিডিয়া। এর মাঝেই আনুষ্ঠানিকভাবে চিরদিনই তুমি যে আমার নিয়ে বিরাট আপডেট দিলেন আর্য ওরফে জীতু। সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন, অপর্ণার বিপরীতে নায়ক বদল হচ্ছে না, আর্যর চরিত্রে তিনিই ফিরছেন। আবারও কলটাইম পেয়ে খুশি জীতু কমল। টেকনিশিয়ানস এবং দর্শক যাঁদের ভগবানের স্থানে রাখেন জীতু তাঁদের কথা ভেবেই ফ্লোরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না বলেও আশাবাদী জীতু। এই খবরে স্বাভাবিকভাবেই খুশি মেগার দর্শক ও জীতুর অনুগামীরা। এক নজরে দেখে নেওয়া যাক ধারাবাহিকে কামব্যাক প্রসঙ্গে কী লিখলেন পর্দার আর্য সিং রায়? পোস্টের শুরুতেই টেকনিশিয়ানদের প্রতি কৃতজ্ঞা জানিয়ে জীতু লিখেছেন, '২০০৮ থেকে আমি ক্যামেরার সামনে কাজ শুরু করি। ২০০৮ থেকে আজ ২০২৫ এর শেষ লগ্ন পর্যন্ত আমি যতটুক প্রতিষ্ঠা পেয়েছি তার ৮০% ক্রেডিট আমাদের টেকনিশিয়ান দাদা-বন্ধুদের। বাড়িয়ে বলছি না বা বিনয় দেখাচ্ছি না। আমার ফ্লোরে এসে টেকনিশিয়ানদের জিজ্ঞেস করুন।' আরও পড়ুন 'আমাকে দেখলে ওঁর ভাল লাগবে কিনা...', জীতুর অসুস্থতা প্রসঙ্গে কী বলছেন প্রাক্তন স্ত্রী নবনীতা? টেলিভিশনে নারী চরিত্র বেশি প্রাধান্য পেলেো বেশ কিছু পুরুষতান্ত্রিক ধীারাবাহিকও জনপ্রিয়তা পায়। সেই তালিকায় আর্য চরিত্রও রয়েছে, সেই বিষয়টি সামনে রেখে লিখেছেন, 'বিশেষত, টিভির কাজে কোনও কোনও চরিত্র ব্যাপকভাবে মানুষের মনে জায়গা করে নেয় আর সেখানে মহিলা চরিত্র-এর সংখ্যাই বেশি। কিছু কিছু ব্যতিক্রম পুরুষ চরিত্র তৈরি হয় যেমন সাধক বামাক্ষ্যাপা, অরণ্য সিংহ রায়,মল্লার সেন। তেমনই জি বাংলা এবং এস ভি এফ এর প্রযোজনায় এবং অমিত সেনগুপ্তর পরিচালনায় আর্য সিংহ রয় এই চরিত্রটি বহুদিন বাদে পুরুষ চরিত্র হিসেবে দারুণ ভাবে জায়গা করে নিয়েছে মানুষের মনে।' আরও পড়ুন তিক্ততা ভুলে প্রেমের ইস্তেহার, মাঝ গঙ্গায় রোম্যান্টিক মুডে! জন্মদিনের আগে কাকে বুকে আগলে নিলেন জীতু? চিরদিনই তুমি যে আমার-এ কেন ফিরলেন জীতু? সেই ব্যাখা দিয়ে গিয়ে বলেছেন, 'শুধুমাত্র আমার টেকনিশিয়ানস এবং আমার ভগবান দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও চিরদিনই তুমি যে আমার প্রজেক্টটিতে যোগ দিতে বাধ্য হলাম। আশা রাখি আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না। একই ভাবে আবারও সুন্দরভাবে আপনাদের মনোরঞ্জন করবো বলে প্রতিশ্রুতি বদ্ধ হলাম। হ্যাঁ আমি আবার কল টাইম পেয়েছি।' আরও পড়ুন 'ওঁর বিষয়ে আর কিছু...', 'চিরদিনই তুমি যে আমার' বিতর্কে নায়ক পরিবর্তন প্রসঙ্গে নবনীতা

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 12:53 pm

Indian Navy: এখানে ঘাঁটি গেড়েই কী ভারতের উপর নজরদারি চালাচ্ছে China?

China in Indian Ocean: কোকো দ্বীপে যে গত কয়েক দিন ধরে কিছু চলছিল। সেটা বুঝেছিল ভারতীয় নৌসেনা। তবে কি কোকো দ্বীপে ঢুকে পড়েহে চিনা সেনা? আর সেটা যদি হয় তাহলে ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে চিন। আর সেটাই হতে দিতে চায় না সেনা।

টিভি 9 বাংলা 21 Nov 2025 12:53 pm

Sania Mirza |একাকিত্বে ভুগছেন সানিয়া

হায়দরবাদ: পাক তারকা শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একাকিত্বে ভুগছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। এই পরিস্থিতিতে নিজের ছেলেকে সময় দেওয়াটা কঠিন হয়ে উঠেছে তাঁর কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানিয়া বলেছেন, ‘আমার কাছে একক অভিভাবকত্বের দায়িত্ব পালন করা বেশ কঠিন। কারণ, সবসময় নানা ধরনের কাজে ব্যস্ত থাকি। এখন আমি দুবাইয়ে বাস করি। আমার কাছে […] The post Sania Mirza | একাকিত্বে ভুগছেন সানিয়া appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 12:44 pm

নজরে ১০-২৫ হাজারে হারা আসন, বিজেপির ম্যাপিংয়ে ১২৩

সংখ্যালঘু এলাকাগুলিকে ম্যাপিং থেকে বাদ রাখছে বিজেপি।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 12:43 pm

Lionel Messi |বার্সা নির্বাচনে অস্ত্র সেই মেসি!

বার্সেলোনা: বার্সেলোনা ছেড়েছেন বছর চারেক হল। তবে সমর্থকদের চোখে এখনও বার্সার সবচেয়ে জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসিই। সেই মেসিকেই ক্লাবের নির্বাচনে অস্ত্র হিসাবে ব্যবহার করছেন সভাপতি পদপ্রার্থী ভিক্টর ফন্ট। বার্সেলোনার জার্সিতে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল। কাতালান ক্লাবটির হয়ে ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ সহ মোট ৩৫টি খেতাব জিতেছেন মেসি। ২০২১ সালে বার্সা […] The post Lionel Messi | বার্সা নির্বাচনে অস্ত্র সেই মেসি! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 12:39 pm

Al-Falah University |বেআইনি নির্মাণ! এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার আদি বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নোটিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেআইনি নির্মাণের অভিযোগ। এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের (Al-Falah University) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকির আদি বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নোটিশ পাঠাল ইন্দোরের MHOW (Military Headquarters of War) ক্যান্টনমেন্ট বোর্ড। সিদ্দিকিদের ওই বাড়ি এলাকায় ‘মৌলানা বিল্ডিং’ হিসেবে পরিচিত। এটি তৈরি করেছিলেন জাভেদ আহমেদ সিদ্দিকির বাবা মহম্মদ হাম্মাদ সিদ্দিকি। চারতলা বাড়িটি ১৯৯০ সালে তৈরি […] The post Al-Falah University | বেআইনি নির্মাণ! এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার আদি বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নোটিশ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 12:38 pm

ED raids: কয়লা চুরির তদন্তে নেমে কোটি কোটি টাকা ও গয়না উদ্ধার ইডির

ED seizes cash and jewellery: রাজ্যের ২৫টি জায়গার পাশাপাশি ঝাড়খণ্ডের ধানবাদ-সহ পাশ্ববর্তী বিভিন্ন জায়গায় শুরু হয় তল্লাশি। ১০০ জনের বেশি ইডি আধিকারিক তল্লাশিতে নামেন। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। সল্টলেকে দুটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

টিভি 9 বাংলা 21 Nov 2025 12:25 pm

বিহারের মন্ত্রিসভায় ১০ ‘পরিবারতন্ত্রের ফসল’, কোনও ভোটে না লড়েই মন্ত্রী কুশওয়াহার ছেলে

মুখেই পরিবারতন্ত্রের বিরোধিতা মোদি-নীতীশের?

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 12:23 pm

Delhi |‘শিক্ষার্থীদের গ্যাস চেম্বারে রাখার শামিল…’, দিল্লির স্কুলগুলিতে আউটডোর কার্যকলাপ বন্ধের নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বায়ুদূষণের ভয়াবহ পরিস্থিতিতে আদালতের নির্দেশে দিল্লির স্কুলগুলিতে আউটডোর (Outdoor) কার্যকলাপ বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দিল্লিতে দূষণ বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় এবং জনস্বাস্থ্যের উপর এর মারাত্মক প্রভাব পড়ায় দেশের সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্ট অত্যন্ত কঠোর ভাষায় এই নির্দেশ দিয়েছে, যা সরকারি কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করেছে। দেশের শীর্ষ আদালত […] The post Delhi | ‘শিক্ষার্থীদের গ্যাস চেম্বারে রাখার শামিল…’, দিল্লির স্কুলগুলিতে আউটডোর কার্যকলাপ বন্ধের নির্দেশ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 21 Nov 2025 12:23 pm

‘সব দায় একা গম্ভীরের নাকি’, হেডকোচকে নিশানা করা নিয়ে ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্ট

কী বলেছেন ভারতীয় টিমের ব্যাটিং কোচ?

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 12:23 pm

Gold Price Today: সকাল সকাল দারুণ সুখবর! কানের দুল নাকি গলার হার কিনবেন তাড়াতাড়ি ঠিক করুন, কলকাতায় ফের সস্তা হল সোনা

Gold Price Today: সকাল সকাল দারুণ সুখবর! ফের দেশজুড়ে কমল সোনার দাম। শুক্রবার সকাল থেকে জুয়েলারি বাজারে নতুন দর সামনে আসার পর থেকেই ক্রেতা থেকে বিনিয়োগকারী—সকলের মধ্যেই স্বস্তি ফিরেছে। গত কয়েকদিনের টানা মূল্য ওঠানামার পর অবশেষে সোনার বাজারে দাম কিছুটা কমেছে। বিয়ে, উৎসব বা বিনিয়োগ, বিশেষজ্ঞরা বলছেন, এটাই সোনায় বিনিয়োগের সেরা সময় ও সুযোগ। আরও পড়ুন- Kolkata earthquake: হালকা নয়, জোরালো কম্পন—কলকাতা থেকে কোচবিহার, একাধিক জেলায় ভূমিকম্প ফের দেশীয় বাজারে সোনার দাম কমলো। ২১ নভেম্বর কলকাতার পাশাপাশি দেশের বাকি শহরগুলিতে সোনার দাম কমেছে। রাজধানী দিল্লিতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,২৪,৪০০ টাকায় নেমে এসেছে। দেশের অন্যান্য শহরেও সোনার দাম কমেছে দিল্লিতে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১২৪,৪০০ টাকা, যেখানে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১১৪,০৪০ টাকা। আরও পড়ুন- Kolkata Earthquake: বড়সড় ভূমিকম্পে কলকাতা শহরের ঝুঁকি কতটা? বিশেষজ্ঞরা বলছেন চরম উদ্বেগের কথা! বর্তমানে মুম্বাই, চেন্নাই এবং কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১১৩৮৯০ টাকা, যেখানে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১২৪২৫০ টাকা। পুনে এবং বেঙ্গালুরুতে দাম এই দুটি শহরেই ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ১২৪২৫০ টাকা এবং ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১১৩৮৯০ টাকা। আরও পড়ুন- ‘আমাদের পাড়ার’ পাল্টা বার্তা? গঙ্গা ধরে ‘জল তরঙ্গ’! নৌকায় চেপে মানুষের দোরগোড়ায় রাজ্য পাল সোনার মতো, রূপার দামও কমছে। ২১শে নভেম্বর, রূপা প্রতি কেজিতে ১,৬৪,৯০০ টাকায় নেমে এসেছে। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশীয় বাজারের চাহিদা, আন্তর্জাতিক পরিস্থিতি, ডলারের মূল্য—এই সব কটি কারণ মিলিয়েই সোনার ও রূপার দামে প্রতিনিয়ত পরিবর্তন ঘটে। আরও পড়ুন- সাতসকালেই প্রবল কম্পন, দুলে উঠল কলকাতা, কতটা ঝুঁকিতে রয়েছে তিলোত্তমা ?

ইন্ডিয়ান এক্সপ্রেস 21 Nov 2025 12:20 pm

ট্রাম্পের দাবিতেই সিলমোহর? রাশিয়ার তেল কেনা বন্ধ করছে রিলায়েন্স

গুজরাটের জামনগরে দু'টি রিফাইনারি রয়েছে রিলায়েন্সের।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 12:20 pm

Jadavpur University Election: পাঁচ বছর পর যাদবপুরের ক্যাম্পাসে ভোট! ‘বেআইনি’ বলে সরে দাঁড়াল তৃণমূল

JU Campus Vote: এত বছর পর ভোট বলে কথা, ফলত বিশ্ববিদ্যালয়ের অন্দরেও একটা 'সাজো-সাজো' রব। অবশ্য এই সজ্জা নির্বাচনের। ইতিমধ্য়ে প্রচারে নেমে পড়েছে ছাত্র রাজনৈতিক দলগুলি। পড়ে গিয়েছে পোস্টার-ব্যানার। তবে আইসিসি এই গবেষক প্রতিনিধি নির্বাচনকে 'বেআইনি' বলেই দাগাচ্ছে ঘাসফুল শিবির।

টিভি 9 বাংলা 21 Nov 2025 12:14 pm

SIR আবহে অভিষেকের মেগাবৈঠক, বিশেষ নজর মতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গে

সাংসদ ও বিধায়কদের পারফরমেন্সও রিভিউ করা হবে।

সংবাদপ্রতিদিন 21 Nov 2025 12:11 pm