SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

13    C
... ...View News by News Source

কেমন যাবে সপ্তাহের শুরু? জেনে নিন রাশি কী বলছে

Horoscope Today on November 17 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।

টিভি 9 বাংলা 17 Nov 2025 12:30 am

কালান্তার ( ১৭ নভেম্বর ২০২৫ )

কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar

কি পি ই কালান্তর 17 Nov 2025 12:00 am

Matua: অনশন প্রত্যাহার করছে মতুয়ারা, কী বললেন মমতাবালা?

Hunger strike: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাওয়ার পর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আলোচনা করে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়, সোমবার দুপুর বারোটায় অনশন তুলে নেওয়া হবে। রবিবার মতুয়াদের অনশন মঞ্চে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দলও।

টিভি 9 বাংলা 16 Nov 2025 11:58 pm

Top 5 Sports News, 16 November: পাকিস্তান থেকে দক্ষিণ আফ্রিকা, জোড়া হারে হতাশ ভারত! একনজরে দিনের সেরা ৫ খবর

Top 5 Sports News : রবিবার (১৬ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ইডেন টেস্টে হেরে গেল শুভমান গিলের দল। অন্যদিকে, যুব এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে পরাস্ত ভারত। এদিকে আবার ইডেনের উইকেট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়লেন গম্ভীর। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই৫ সেরা খবর। ইডেন টেস্টে পরাস্ত ভারত অবশেষে অবসান হল দীর্ঘ ১৫ বছর অপেক্ষার। ভারতের মাটিতে টেস্ট ম্য়াচ জিতল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২০১০ সালে হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বে শেষবার টেস্ট ক্রিকেটে জয়লাভ করেছিল প্রোটিয়া ব্রিগেড। ২০২৫ সালে আরও একবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন টেম্বা বাভুমা। অসাধারণ এক নেতৃত্বের নজির কায়েম করলেন। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ৩০ রানে হেরে গেল। পড়ে নিন বিস্তারিত: IND vs SA Highlights Cricket Score, 1st Test: লজ্জার সাক্ষী ইডেন গার্ডেন্স, জেতা ম্য়াচ হেরে গেল ভারত উইকেট নিয়ে সমালোচনার মুখে গম্ভীর অনেকেই বলছেন, ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীরের ফরমায়েশে নাকি ইডেন গার্ডেন্সে এমন উইকেট প্রস্তুত করা হয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে তিনি নাকি কোনও বাড়তি ঝুঁকি গ্রহণ করতে চাননি। আর তাই উইকেটকে হাতিয়ার করেই শত্রুপক্ষকে বধ করতে চেয়েছিলেন। পড়ে নিন বিস্তারিত: IND vs SA, Eden Gardens Pitch Controversy: এমন উইকেট আদৌ গরিমা বাড়াল ইডেনের? ভারত হারতেই বিতর্কের ঝড় ইডেনে ব্যাট করতে পারলেন না শুভমান ঘাড়ে চোটের কারণে ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারলেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। শনিবার (১৫ নভেম্বর) রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এমনকী, দ্বিতীয় টেস্টেও হয়ত তিনি খেলতে পারবেন না, এমন আশঙ্কা করা হচ্ছে। পড়ে নিন বিস্তারিত: Shubman Gill Latest Injury Update: আশঙ্কাই হল সত্যি, ভয়ঙ্কর বিপদে শুভমান! ভর্তি হাসপাতালে পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতের নির্বিষ বোলিং এবং জঘন্য ফিল্ডিংয়ের খেসারত দিল টিম ইন্ডিয়া। রবিবার (১৬ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় পাকিস্তান শাহিনসের (IND A vs PAK A ) বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় এ দল। এই ম্য়াচে জীতেশ শর্মার দল শেষপর্যন্ত ৮ উইকেটে পরাজয় স্বীকার করে নিল। পাকিস্তানের ওপেনার মাজ় শাদাকত শেষপর্যন্ত ৭৯ রানে অপরাজিত রইলেন। এই হার ভারতীয় ক্রিকেট দলকে যে একটা বড়সড় ধাক্কা দেবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। পড়ে নিন বিস্তারিত: India vs Pakistan Highlights Cricket Score: লজ্জার হার ভারতের, ৮ উইকেটে জিতল পাকিস্তান আশুতোষের আউট নিয়ে বিতর্ক ১৪ ওভারে বল করতে এসেছিলেন সাদ মহম্মদ। ওভারের তৃতীয় বলটা গুগলি ডেলিভারি করেন তিনি। আর এই চমকটা ধরতে পারেননি আশুতোষ । বলটা তাঁর প্রায় কোমরের কাছে এসে লাগে। পাকিস্তানি ক্রিকেটাররা লেগ বিফোর উইকেটের আবেদন করেন। সেই আবেদনে সাড়াও দেন আম্পায়ার মেহমুদ খারোতি। পড়ে নিন বিস্তারিত: Ashutosh Sharma Out Controversy: আদৌ আউট ছিলেন আশুতোষ? পাকিস্তানের বিরুদ্ধে 'চোরামি'র শিকার ভারতীয় ব্যাটার

ইন্ডিয়ান এক্সপ্রেস 16 Nov 2025 11:54 pm

অভিষেকের আর্জিতে সাড়া, সোমবারই অনশন প্রত্যাহারের ঘোষণা মমতাবালার

বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন মমতাবালা ঠাকুর।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 11:31 pm

IND vs PAK Controversy: শোধরাবে না পাকিস্তান, ভারতের সামনে ফের 'অসভ্য' ইঙ্গিত

IND A vs PAK A: ২০২৫ যুব এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) মহারণের আয়োজন করা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় এই ম্য়াচ আয়োজন করা হয়েছে। পাকিস্তান টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। পাকিস্তানের বোলার সাদ মাসুদ এই ম্যাচে নমন ধীরকে আউট করার পর লজ্জাজনক আচরণ করলেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। মেজাজ হারালেন শাদ মাসুদ এই ম্য়াচে দুর্দান্ত ব্যাট করছিলেন নমন ধীর। ৮.৪ ওভারে শাদ মাসুদ তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। ২০ বলে ৩৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। উইকেট শিকারের পর শাদ মাসুদ মেজাজ হারিয়ে ফেললেন। তিনি নমন ধীরকে গালাগালি দেন। এমনকী, তাঁকে ইশারা করে প্যাভিলিয়নে ফিরে যেতে বলেন। যদিও নমন ধীর এই ঘটনায় কোনও রিঅ্যাক্ট করেননি। শাদের দিকে একবার তাকিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত এই ম্য়াচের হাওয়া ইতিমধ্যে গরম হয়ে গিয়েছে। গোটা ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। (বিস্তারিত আসছে...)

ইন্ডিয়ান এক্সপ্রেস 16 Nov 2025 10:52 pm

Fatty Fish: এই সব মাছ খেয়ে কমান হৃদরোগ! সপ্তাহে মাত্র ২ বার খেলেই বিরাট উপকার

Fatty Fish: হৃদরোগ আজ বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বয়স, জিনগত সমস্যা, হাই কোলেস্টেরল, স্ট্রেস এবং অস্বাস্থ্যকর খাবারের কারণে হৃদরোগের ঝুঁকি দ্রুত বাড়ছে। কিন্তু ভালো খবর হল—খাদ্যতালিকায় কিছু সহজ পরিবর্তন আনলেই হৃদপিণ্ডের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এর মধ্যে হৃদরোগ কমানোর ক্ষেত্রে সবচেয়ে কাজের এবং বিজ্ঞানসম্মত খাবার হল চর্বিযুক্ত মাছ বা ফ্যাটি ফিশ। এই মাছগুলো স্বাস্থ্যের জন্য উপকারী স্যামন, সার্ডিন, ম্যাকেরেল, ট্রাউটের মত মাছগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এই উপকারি চর্বি হৃদপিণ্ডকে বহু দিক থেকে সুরক্ষা দেয়। এর ফলে রক্তনালীর প্রদাহ কমে, ধমনীর শক্ত হয়ে যাওয়া ধীর হয়, রক্ত সঞ্চালন উন্নত হয়, নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়িয়ে রক্তনালীর প্রসারণ সহজ করে, খারাপ কোলেস্টেরল তৈরি কমায়, ট্রাইগ্লিসারাইড কমায়, ভালো কোলেস্টেরল (HDL) বাড়ায়। এগুলো একসঙ্গে কাজ করে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং করোনারি ধমনী রোগের ঝুঁকি অত্যন্ত কমিয়ে দেয়। আরও পড়ুন- কেনার দরকার নেই, এই সবজি দিয়েই ঘরে বানান দুর্দান্ত ফেসওয়াশ, মুখ হবে ঝলমলে! বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, যাঁরা নিয়মিত ওমেগা-৩ সমৃদ্ধ মাছ খান, তাদের এন্ডোথেলিয়াল ফাংশন উন্নত হয়। অর্থাৎ রক্তনালীর প্রসারণ-সংকোচন ক্ষমতা ভালো থাকে। এতে ধমনীর ভেতর প্লাক জমা কমে এবং রক্ত জমাট বাঁধার প্রবণতাও হ্রাস পায়। হার্ট অ্যাটাকের পর সুস্থ হয়ে ওঠা রোগীদের ক্ষেত্রেও দেখা গেছে— যাঁরা সপ্তাহে ২–৩ বার মাছ খেয়েছেন, তাঁদের পুনরায় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে গিয়েছে। আর পড়ুন- সাদা পোশাকে লেগে যাওয়া রং নিয়ে চিন্তায়? দূর করুন এই সহজ ঘরোয়া কায়দায় গবেষণায় দেখা গেছে, যেসব দেশ যেমন জাপান বা স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের মানুষ নিয়মিত চর্বিযুক্ত মাছ খান, তাঁদের মধ্যে হৃদরোগের হার তুলনামূলকভাবে খুব কম। এসব অঞ্চলে মানুষের খাদ্যতালিকায় মাছের পরিমাণ বেশি এবং ফলস্বরূপ হৃদরোগজনিত মৃত্যুও কম। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে চর্বিযুক্ত মাছের সুরক্ষামূলক প্রভাব বাস্তবেই কার্যকর এবং উপকারী। আরও পড়ুন- এই গির্জা তৈরি হয়েছে ৪০ হাজার মানুষের হাড় দিয়ে! ভয়ংকর এই গির্জার রহস্য জানলে আঁতকে উঠবেন অনেকেই ভুল ধারণায় ভোগেন যে চর্বিযুক্ত মাছ দামী, দূষিত বা সহজে পাওয়া যায় না। কিন্তু বাস্তবে স্যামন, সার্ডিন বা ট্রাউটের মতো মাছগুলোতে পারদের পরিমাণ খুবই কম এবং সেগুলো নিয়মিত খাওয়া নিরাপদ। এমনকি দেশীয় ইলিশ, রুইয়ের মাথা, চিতল, মাগুর বা অন্যান্য দেশজ চর্বিযুক্ত মাছে উপকারী চর্বির পরিমাণ কম নয় এবং এগুলোও হৃদপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী। আরও পড়ুন- এই গির্জা তৈরি হয়েছে ৪০ হাজার মানুষের হাড় দিয়ে! ভয়ংকর এই গির্জার রহস্য জানলে আঁতকে উঠবেন হৃদরোগের ঝুঁকি কমাতে চিকিৎসকরা সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার চর্বিযুক্ত মাছ খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেন। প্রতিবার প্রায় একশ থেকে একশ পঞ্চাশ গ্রামের মতো পরিমাণ যথেষ্ট। তবে মাছ সবসময় না ভেজে সিদ্ধ, পাতলা ঝোল, গ্রিল বা বাষ্পে রান্না করা ভালো, কারণ তেলের অতিরিক্ত ব্যবহার উপকারের বদলে ক্ষতি করতে পারে। চর্বিযুক্ত মাছের পুষ্টিগুণ বজায় রাখতে অতি মশলা বা অতিরিক্ত লবণ ব্যবহার না করাই শ্রেয়। হৃদরোগ প্রতিরোধে চর্বিযুক্ত মাছ নিয়মিত খাওয়া শুধুমাত্র আজকের জন্য নয়, এটি ভবিষ্যতের জন্যও একটি ভালো। এই অভ্যাস হৃদপিণ্ডকে শক্তিশালী রাখে, রক্তনালীকে নমনীয় রাখে, রক্তচাপ স্বাভাবিক রাখে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমায়। সবই একসঙ্গে করতে পারে এই চর্বিযুক্ত মাছ। তাই খাদ্যতালিকায় সপ্তাহে মাত্র দু'বার এই মাছ রাখলে দীর্ঘমেয়াদে অসাধারণ উপকার পাওয়া যায়। চিকিৎসকরাও বারবার উল্লেখ করেন যে সঠিক খাদ্যাভ্যাসই হৃদরোগ থেকে দূরে থাকার সবচেয়ে সহজ এবং সঠিক উপায়। যাঁরা মাছ পছন্দ করেন না বা যাঁদের বিশেষ কারণে মাছ খাওয়া নিষেধ, তাঁরা ফ্ল্যাক্সসিড, আখরোট বা কুমড়োর বীজ থেকেও কিছুটা উপকারী চর্বি পেতে পারেন। তবে এই উপাদানগুলো কখনোই চর্বিযুক্ত মাছের সম্পূর্ণ বিকল্প নয়। তাই যাঁদের পক্ষে সম্ভব, তারা নিয়মিত এই মাছ খেলে হৃদপিণ্ড বহু বছর সুস্থ ও শক্তিশালী রাখতে পারেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 16 Nov 2025 10:32 pm

হড়পা

সম্পা পাল প্রথম দৃশ্য একদিকে ভারী কালো রাত, অন্যদিকে ঘন অন্ধকার ভেদ করে মানুষের হাহাকার। উপরেগল্পকার। মানুষের শহরে যিনি সব গল্পের শুভ সমাপ্তি লিখতে পারেননি। এসব ভূমিকা, উপসংহার ছাড়িয়ে দুটো ঘোলাটে চোখ স্কুল বারান্দা থেকে তাকিয়ে আছে ধু-ধু অন্ধকারের দিকে, দু’দিন আগেও যেখানে আলো ছিল, জীবনের খোঁজ ছিল। কিন্তু আজ সেখানে কুটিল অমানিশার জয়। বয়স্ক […] The post হড়পা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 10:23 pm

৭ বছর পর তৃণমূল নেতা হামিদ আনসারি খুন মামলা রি-ওপেন, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য!

কেস ক্লোজ-র পরেও রেলশহর আদ্রায় ৮ খুনের কিনারা অন্য মামলার সূত্র ধরে।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 10:08 pm

জলসায় কিশোরকণ্ঠি গাইছেন ‘ইয়ে সাম মস্তানি…’

সৌগত ভট্টাচার্য হেমন্ত শেষে হাইওয়ের ধারে হলদে-সবুজ ধানখেতের ম্যাজিক-রং প্রতিদিন একটু একটু করে বদলাতে শুরু করে। তারপর একদিন বিকেলে অঘ্রানের ধান কাটা মাঠের রং আর সূর্যের রং এক হয়ে যায়। মাঠের মাঝে ছাতার মতো বিরাট পাকুড় গাছের তলায় দাঁড়িয়ে থাকে একটা চারচালা মন্দির। শূন্য ধানখেত, মন্দির আর আকাশ- তিনজন দিগন্তরেখার সীমানায় এসে দাঁড়ায়। খুব পরিচিত […] The post জলসায় কিশোরকণ্ঠি গাইছেন ‘ইয়ে সাম মস্তানি…’ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 9:58 pm

আর্মেনিয়াকে ৯ গোলের মালা, রোনাল্ডোকে ছাড়া নেমেও বিশ্বকাপের টিকিট পেল পর্তুগাল

আর্মেনিয়াকে ছত্রভঙ্গ করল পর্তুগাল।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 9:54 pm

জেলে বসেই নাশকতার ছক! দিল্লি বিস্ফোরণে এবার নাম জড়াল নদিয়ার সাবিরের

দিল্লি বিস্ফোরণের পর সাবিরের ভাইকে গ্রেপ্তার করে এসটিএফ।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 9:45 pm

Ashutosh Sharma Out Controversy: আদৌ আউট ছিলেন আশুতোষ? পাকিস্তানের বিরুদ্ধে 'চোরামি'র শিকার ভারতীয় ব্যাটার

Ashutosh Sharma: ২০২৫ যুব এশিয়া কাপে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। শুরুটা বেশ ভাল করলেও, দলের মিডল অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তবে একটি আউট নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। আর সেটা হল ভারতীয় ব্যাটার আশুতোষ শর্মার উইকেট। অধিনায়ক জীতেশ শর্মা আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন আশুতোষ। কিন্তু, রানের খাতা খুলতে পারলেন না তিনি। ১৪ ওভারে বল করতে এসেছিলেন সাদ মহম্মদ। ওভারের তৃতীয় বলটা গুগলি ডেলিভারি করেন তিনি। আর এই চমকটা ধরতে পারেননি আশুতোষ। বলটা তাঁর প্রায় কোমরের কাছে এসে লাগে। পাকিস্তানি ক্রিকেটাররা লেগ বিফোর উইকেটের আবেদন করেন। সেই আবেদনে সাড়াও দেন আম্পায়ার মেহমুদ খারোতি। এই সিদ্ধান্ত কার্যত বিশ্বাসই করতে পারছিলেন না আশুতোষ। তিনি বোঝানোর চেষ্টা করছিলেন, বলটা তো একেবারে উইকেটের লাইনে ছিল না। কিন্তু, সেকথায় কর্ণপাত করেননি আম্পায়ার। শেষপর্যন্ত হতাশ হয়ে প্যাভিলিয়নের পথে পা বাড়ান আশুতোষ শর্মা। এই সিদ্ধান্তের কারণে ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন। (বিস্তারিত আসছে...)

ইন্ডিয়ান এক্সপ্রেস 16 Nov 2025 9:44 pm

Raiganj |দাগি হয়েও ইন্টারভিউতে ডাক চাকরিহারা শিক্ষককে! গোপন ব্যাপার ফাঁস করে দিলেন স্ত্রী

দীপঙ্কর মিত্র,রায়গঞ্জ: ‘দাগি’ শিক্ষকের তালিকায় নাম থাকা সত্বেও এবার ইন্টারভিউয়ের ডাক পেলেন রায়গঞ্জের এক শিক্ষক। রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা এডুকেশনের ওই শিক্ষক নীতিশ রঞ্জন বর্মনের নাম অযোগ্যদের তালিকায় রয়েছে। তার স্ত্রীও বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু অযোগ্য হয়েও তিনি কীভাবে পরীক্ষায় বসলেন এবং ইন্টারভিউয়ের ডাক পেলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ছেলের নাম দাগিদের তালিকায় থাকা সত্বেও এবার […] The post Raiganj | দাগি হয়েও ইন্টারভিউতে ডাক চাকরিহারা শিক্ষককে! গোপন ব্যাপার ফাঁস করে দিলেন স্ত্রী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 9:39 pm

যুব এশিয়া কাপেও পাক অধিনায়কের সঙ্গে করমর্দন নয়, সূর্য-হরমনদের পথে হাঁটলেন জিতেশ

অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তানিদের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’ নীতিতে চলছে ভারতীয় ক্রিকেট।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 9:38 pm

ধোঁয়াশা বর্ণের মানুষের জীবনের প্রতিচ্ছবি

শ্রীপর্ণা মিত্র মানুষের জীবন প্রকৃতি দ্বারা প্রভাবিত। কারণ মানুষ নিজেই প্রকৃতির অংশ এবং প্রকৃতি ও ঋতু হল এক ও অবিচ্ছেদ্য। তাই এরা একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে সৃষ্টির সময়কাল থেকে। মনে পড়ে ছোটবেলায় গ্রামের বাড়িতে শীত আসত কাঁপুনি দিয়ে বলা হত ‘হাড় কাঁপানো শীত’। দুর্গাপুজোর পর থেকেই শীতের প্রচ্ছন্ন প্রভাব লক্ষ করা যেত গ্রামাঞ্চলে। আগমনী […] The post ধোঁয়াশা বর্ণের মানুষের জীবনের প্রতিচ্ছবি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 9:37 pm

‘জেন-জি’র রোষানলে আরও এক দেশ, মেয়র খুনে ফুঁসে উঠল যুবসমাজ, সংঘর্ষে আহত শতাধিক

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যুবসমাজ।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 9:28 pm

গর্বের গল্প আজ কুয়াশামাখা ভোরের বিষাদগাথা

সুতপা সাহা নবান্নের ঘ্রাণ শেষ হতে না হতেই দোরগোড়ায় এসে উপস্থিত শীত। হেমন্তের সোনালি মাঠগুলো কৃষকের মুখে হাসি ফোটালে তারপর কিছুদিন খালি পড়ে থাকে সেই শস্যভূমি। বিবর্ণ স্তূপীকৃত ঝরাপাতারা মমতার বন্ধনে জড়াতে না জড়াতেই ধীরে ধীরে সেই বন্ধন শিথিল হতে থাকে আর খোলা বন-প্রান্তরে কেবল শীতার্ত বাতাস ঘুরপাক খায়। ধুলোবালির সঙ্গী হয়ে উড়ে যায় […] The post গর্বের গল্প আজ কুয়াশামাখা ভোরের বিষাদগাথা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 9:23 pm

Cook |সন্ধ্যা আড্ডায় গরম গরম পরিবেশন করুন খেজুর-আমসত্ত্বের মিষ্টি পরোটা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্ধ্যায় বাড়িতেই আড্ডার আয়োজন করছেন। সেখানে অতিথিদের কী কী খাওয়াবেন, তার তালিকা তৈরি হচ্ছে নিশ্চয়ই। আমিষ বা নিরামিষ যা-ই থাকুক না কেন রেস্তরাঁয় অর্ডার করার প্রয়োজন নেই। বাড়িতেই বানিয়ে গরম গরম পরিবেশন করুন খেজুর-আমসত্ত্বের পরোটা। জেনে নিন রেসিপি(Recipe)। উপকরণ ৪ কাপ আটা, আধ কাপ ময়দা, এক চিমটে নুন, এক চামচ ঘি, […] The post Cook | সন্ধ্যা আড্ডায় গরম গরম পরিবেশন করুন খেজুর-আমসত্ত্বের মিষ্টি পরোটা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 9:07 pm

প্যান্ট ধরে টান! ভারতে ‘হেনস্তা’র শিকার আমেরিকার গায়ক একন

সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 8:59 pm

Explained: Ready-To-Eat খাবার খেলে ক্যান্সার?

ধোঁয়া ওঠা নুডলস থেকে আস্ত লাঞ্চ বা স্রেফ স্যালাড। সব-ই এখন শপিং মলে - 'রেডি টু ইট' সেকশনে দেদার বিক্রি হচ্ছে। প্রতিদিন ক চামচ করে রেডি টু ইট বা আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া উচিত? বেশি খেলে কী বিপদ? বিপদের মুখে কারা দাঁড়িয়ে?

টিভি 9 বাংলা 16 Nov 2025 8:58 pm

Josh Hazelwood |প্রথম টেস্টে নেই হ্যাজেলউড

ক্যানবেরা: অ্যাসেজ শুরু হওয়ার আগে ফের ধাক্কা অজি শিবিরে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য প্রথম টেস্টে খেলবেন না জোশ হ্যাজেলউড। নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিরুদ্ধে খেলার সময় চোট পান হ্যাজেলউড। পরে জানা গিয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে অজি তারকার। তাই পারথে প্রথম টেস্টে খেলবেন না হ্যাজেলউড। তাঁর পরিবর্তে মাইকেল নেসেরকে দলে নেওয়া হয়েছে। আগেই চোটের […] The post Josh Hazelwood | প্রথম টেস্টে নেই হ্যাজেলউড appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 8:50 pm

টানা তিনবার জাতীয় স্কুল গেমসে সোনা, বাংলার কন্যাশ্রীরা আবার দেশের সেরা

জয়ের হ্যাটট্রিক বঙ্গকন্যাদের।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 8:45 pm

IPL |রাসেলকে ছেড়ে দিল কেকেআর, চেন্নাই থেকে বিদায় জাদেজার, আগমন সঞ্জুর

মুম্বই: ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট নিয়ে উত্তেজনা বাড়ছে। ‘টেস্ট উত্তাপ’-এর মাঝেই আগামী আইপিএলের জন্য দল গুছিয়ে নিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি। ক্রিকেট মহলের চর্চার কেন্দ্রবিন্দু অবশ্য আন্দ্রে রাসেল। ১০ বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের সদস্য বিস্ফোরক ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেলকে নিলামের আগে ছেড়ে দেওয়া হল। সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে গত বছর নিলামে চমকে দিয়ে ২৩.৭৫ কোটি […] The post IPL | রাসেলকে ছেড়ে দিল কেকেআর, চেন্নাই থেকে বিদায় জাদেজার, আগমন সঞ্জুর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 8:36 pm

S S Rajamouli: টিজার লিক নিয়ে ঈশ্বরের প্রতি রোষ, নাস্তিক পরিচয়ে বিতর্কে পরিচালক রাজামৌলি

এস এস রাজামৌলি আবারও স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না। তাঁর সিনেমায় পৌরাণিক উপাদান ও দেবদেবীর আইকনোগ্রাফি থাকা সত্ত্বেও, তিনি নিজেকে একজন নাস্তিক হিসেবে পরিচয় দেন। তিনি জানান, হিন্দু ধর্মকে “ধর্ম” নয়, বরং “একটি জীবনদর্শন” হিসেবে দেখেন। শনিবার হায়দরাবাদে তাঁর নতুন ছবি বারাণসী-এর টাইটেল ইভেন্টে তিনি এই মত পুনর্ব্যক্ত করেন। ইভেন্টের শুরুতেই রাজামৌলি জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণে বারাণসীর টিজারের কিছু অংশ অনলাইনে ফাঁস হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, অনুষ্ঠানের আগে টেকনিক্যাল টেস্ট চলাকালীন প্রদর্শিত ফুটেজ একটি ড্রোনে রেকর্ড হয়ে ছড়িয়ে পড়ে। মঞ্চে উঠে দৃশ্যত হতাশ রাজামৌলি বলেন, “এটা আমার জন্য খুব আবেগের মুহূর্ত। আমি ঈশ্বরে বিশ্বাস করি না। বাবা এসে বললেন, ভগবান হনুমান সব সামলে নেবেন। তখন আমার মনে হচ্ছিল, এভাবেই কি তিনি ভক্তদের কথা শোনেন? তিনি আরও বলেন যে তাঁর স্ত্রী ভগবান হনুমানকে অত্যন্ত ভালোবাসেন এবং ‘বন্ধুর মতো কথা বলেন’। ঘটনাটি নিয়ে পরিবারের সবার ওপরেই তাঁর রাগ হয়েছিল বলে জানান পরিচালক। স্টারকিড হয়েও আলাদা পরিচয় চান সহজ! ছেলের শিক্ষায় প্রশংসিত রাহুল-প্রিয়াঙ্কা রাজামৌলির নাস্তিক পরিচয় সোশ্যাল মিডিয়াকে আবারও ভাবনায় ফেলেছে। কারণ তাঁর ব্লকবাস্টার বাহুবলী এবং আরআরআর- উভয়ই হিন্দু পৌরাণিক মোটিফ ও চিত্রকল্পে ভরপুর। বাহুবলী-তে শিবের সমান্তরাল ইঙ্গিত পাওয়া যায়, আর আরআরআর-এর ক্লাইম্যাক্সে রামচরিত্রের প্রতীকী রূপ স্পষ্ট। রাজামৌলি জানিয়েছেন, বারাণসী-র একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যও রামায়ণ প্রভাবিত। সেটে মহেশ বাবুকে ভগবান রামের মতো সাজানো দেখে তাঁর ‘গা শিউরে উঠেছিল’। ২০২২ সালের বিয়ন্ড ফেস্টে রাজামৌলি ব্যাখ্যা করেছিলেন, হিন্দু ধর্মকে শুধুমাত্র ধর্ম হিসেবে দেখলে তিনি ‘হিন্দু’ নন; তবে জীবনদর্শন হিসেবে বিচার করলে তিনি ‘অনেকটাই হিন্দু’। তাঁর ভাষায়, “হিন্দু ধর্ম ধর্ম হিসাবে নয়, বরং বহু যুগ ধরে বয়ে আসা এক জীবনপদ্ধতি।” Amitabh Bachchan: 'দেশভাগের আগে থেকেই বন্ধুত্ব', বলিউড হারাল এক যুগের অভিনেত্রীকে, শোকে কাতর অমিতাভ রাজামৌলি জানান, তাঁর ধর্মদর্শনে পরিবর্তন আসে খুড়তুতো ভাই ও লেখক গুন্নাম গঙ্গারাজুর মাধ্যমে। তাঁর হাত ধরেই পরিচালক আইন র্যান্ডের দ্য ফাউন্টেনহেড ও অ্যাটলাস শ্রাগড পড়েন। এই বইগুলোই তাঁকে ধর্মীয় কাঠামো থেকে দূরে সরতে উদ্বুদ্ধ করেছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস 16 Nov 2025 8:30 pm

Delhi blast case: ভয়ঙ্কর বিস্ফোরক TATP ব্যবহার হয়েছিল দিল্লি বিস্ফোরণে? কী এই ‘মাদার অব স্যাটান’?

'Mother of Satan' explosive: অত্যন্ত 'অশান্ত' প্রকৃতির এই বিস্ফোরক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বিশেষ পছন্দের।উমর সম্ভবত এই TATP-র বিষয়ে জানতেন না বলে অনুমান NIA-র।গাড়িতে TATP ঠাসা অবস্থায় তাঁকে লালকেল্লার কাছে পৌঁছতে বলে মডিউলের মাথারা।অস্থির প্রকৃতির বিস্ফোরক হওয়ায় সামান্য ঝাঁকুনিতেই বিস্ফোরণ ঘটে।২০১৫ সালে প্যারিস, ২০১৭ সালে ম্যানচেস্টার এবং ২০১৬ সালে ব্রাসেলস বিস্ফোরণে TATP ব্যবহৃত হয়েছিল।

টিভি 9 বাংলা 16 Nov 2025 8:29 pm

Delhi Blast |গাড়ির রেজিস্ট্রেশন আমিরের নামেই! গ্রেপ্তার দিল্লি বিস্ফোরণে মূল অভিযুক্ত ডঃ উমরের সহযোগী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লিতে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জনের প্রাণহানির ৬ দিন পর ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল এনআইএ (NIA)। রবিবার রাজধানী দিল্লি থেকে মূল অভিযুক্ত আত্মঘাতী ডঃ উমর উন নবীর এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আমির রশিদ আলী। তার বাড়ি জম্মু ও কাশ্মীরের পাম্পোরে। তদন্তকারী সংস্থার দাবি, ধৃত […] The post Delhi Blast | গাড়ির রেজিস্ট্রেশন আমিরের নামেই! গ্রেপ্তার দিল্লি বিস্ফোরণে মূল অভিযুক্ত ডঃ উমরের সহযোগী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 8:20 pm

Skin care tips |শীতে বিয়ে বাড়ির মরসুমে জেল্লা ফেরাতে বাজারজাত দ্রব্য নয়, পান করুন এই তিন পানীয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শীতকালে বিয়েবাড়িতে আমন্ত্রন তো আছেই। তাছাড়াও রয়েছে বড়দিন, পিকনিক আরও উৎসব। আর এই ভিড়ে নজর কা়ড়তে ত্বকে চাই জেল্লা। দোকান থেকে কেনা সামগ্রীতে ত্বকের ক্ষতি হবে। তাই ত্বকের জেল্লা বৃদ্ধি করতে প্রসাধনী নয়, খেতে হবে কিছু পানীয় যা ভিতর থেকে ত্বকের জৌলুস বাড়িয়ে তুলতে সাহায্য করবে। কি কি খাবেন ? আপেল-দারচিনির […] The post Skin care tips | শীতে বিয়ে বাড়ির মরসুমে জেল্লা ফেরাতে বাজারজাত দ্রব্য নয়, পান করুন এই তিন পানীয় appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 8:14 pm

রক্তদান শিবিরের প্রস্তুতি ঘিরে উত্তপ্ত ভাঙড়, ভরসন্ধ্যায় চলল গুলি!

মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 8:06 pm

Top 5 Breaking News In Bengal: 'জেল থেকেই চলছে শিক্ষক নিয়োগের টাকা তোলা' বিস্ফোরক শুভেন্দু, রাজভবনে বোমা-গুলি তোলপাড় ফেলা মন্তব্য কল্যানের, পড়ুন দিনের সেরা ৫ সেরা খবর

Top 5 Breaking News In Bengal: 'জেল থেকেই চলেছে শিক্ষকের নিয়োগ কেলেঙ্কারি', বিহার ভোটের ফল ঘোষণার পরই 'বোমা' ফাটালেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে তোলপাড় ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, জেলে বসেই শিক্ষক নিয়োগের জন্য টাকা তোলা হয়েছে। আর সেই টাকা তুলেছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আরও পড়ুন- 'জেল থেকেই চলেছে শিক্ষকের নিয়োগ কেলেঙ্কারি', বিহার ভোটের ফল ঘোষণার পরই 'বোমা' ফাটালেন শুভেন্দু 'ক্যাশ-ফর-কোয়েরি’ মামলায় বিরাট বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সিবিআইকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল। ৪ সপ্তাহের মধ্যেই চার্জশিট জমা দেওয়ার নির্দেশ। রাজা রামমোহন রায়ের তীব্র সমালোচনা। ব্রিটিশদের দালাল বলে উল্লেখ বিজেপি মন্ত্রীর। আর এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। আরও পড়ুন- SIR আতঙ্কে বাংলায় পরপর মৃত্যু! দায় কার? কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল মধ্যপ্রদেশ সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দ্র সিং পারমার সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেছেন। যাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে “ব্রিটিশদের দালাল” বলে অভিহিত করেছেন। পাশাপাশি রামোহন রায়ের বিরুদ্ধে জাতপাতের ভিত্তিতে দেশে বিভাজনের সৃষ্টির ভয়ঙ্কর অভিযোগ সামনে এনেছেন। বিজেপির মন্ত্রীর এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা। এই ইস্যুতে বিজেপিকে তীব্র নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। আরও পড়ুন- ভোটের আগে বিরাট বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, CBI-কে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ রাজভবনে মজুত রয়েছে 'বোমা গুলি বন্দুক'। বিস্ফোরক অভিযোগে তোলপাড় ফেললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যান বন্দোপাধ্যায়। প্রমাণ করতে না পারলে ক্ষমা চাওয়ার দাবি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর—পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) উচ্চ মাধ্যমিক (XI-XII) শিক্ষক নিয়োগের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। শনিবার সন্ধ্যা নাগাদ প্রকাশিত এই তালিকার নজর ছিল হাজার হাজার চাকরি প্রার্থীর। রাজ্যের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১২,০০০-এর বেশি শূন্যপদ পূরণের জন্য মোট ২০,০০০-এরও বেশি প্রার্থী শর্টলিস্টেড হয়েছেন বলে কমিশন সূত্রে খবর। আরও পড়ুন- নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু, শীঘ্রই পদত্যাগ করবেন নীতীশ কুমার

ইন্ডিয়ান এক্সপ্রেস 16 Nov 2025 8:00 pm

ভারতীয় শিবিরে স্বস্তি, হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমান

দ্বিতীয় দিন চোট পাওয়ার পর ইডেন টেস্টে নামতে পারেননি ভারত অধিনায়ক।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 7:55 pm

Missing youth found |দীর্ঘ ৫ বছর পর খোঁজ মিলল নিখোঁজ ছেলের, মহারাষ্ট্র থেকে উদ্ধার হিলির যুবক

হিলি: ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ বহু বছর। ছেলের খোঁজে হন্যে হয়ে ঘুরেছেন মা৷ শেষে হাল ছেড়ে মামলা থামিয়েছে আদালতও। সব আলো যখন নিভে এসেছিল তখনই সন্ধান মিলল যুবকের। বিহারে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবকের খোঁজ মিলল মহারাষ্ট্রে। প্রতিবেশীর সহয়তায় ৫ বছর বাদে নিখোঁজ যুবককে উদ্ধার করল হিলি থানার পুলিশ। হিলি থানার উজাল গ্রামের হতদরিদ্র ঝন্টু […] The post Missing youth found | দীর্ঘ ৫ বছর পর খোঁজ মিলল নিখোঁজ ছেলের, মহারাষ্ট্র থেকে উদ্ধার হিলির যুবক appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 7:54 pm

দিল্লি বিস্ফোরণের তদন্তে বড় সাফল্য, NIA-র হাতে গ্রেপ্তার জঙ্গি উমরের সঙ্গী আমির

উমরের সঙ্গে মিলে দিল্লিতে বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র করে এই আমির!

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 7:51 pm

Bihar |বিপুল জয়ে সন্ধি নীতীশ-চিরাগের! হার ভুলতে দার্শনিক বার্তা আরজেডির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিরঙ্কুশ বিজয়ের পর এবার অপেক্ষা নতুন সরকার গঠনের। কে হবেন সেই সরকারের মুখ্যমন্ত্রী, কারা মন্ত্রীসভায় ঠাঁই পাবেন তা নিয়েও জল্পনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে নীতীশ কুমার দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কি না তা নিয়ে চর্চা তুঙ্গে। আগামী সপ্তাহেই রাজ্যপালের সঙ্গে দেখা করে বিদায়ি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিতে […] The post Bihar | বিপুল জয়ে সন্ধি নীতীশ-চিরাগের! হার ভুলতে দার্শনিক বার্তা আরজেডির appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 7:49 pm

SSC: দাগি শিক্ষকের নাম ইন্টারভিউ লিস্টে, তথ্য সামনে আনলেন আইনজীবীরা!

SSC: ভেরিফিকেশনে ডাক পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী ফিরদৌস শামিম এবং ওই চাকরিপ্রার্থীর স্ত্রী। গতকাল এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে ৯৫৮-তে নাম রয়েছে তাঁর। দাগি হয়েও কীভাবে নাম এল লিস্টে? কোথায় চাকরির পরীক্ষার সততা? প্রশ্ন উঠছে।

টিভি 9 বাংলা 16 Nov 2025 7:42 pm

কাজের নাম করে ঘর ছেড়ে দ্বিতীয় বিয়ে! ২৮ বছর পর SIR আবহে নথির ‘টানে’বাড়িতে প্রৌঢ়

প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার বাগদায়।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 7:37 pm

‘নারী-বিরোধী’, লালু পরিবারের ফাটল চওড়া হতেই খোঁচা বিজেপির

পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন রোহিণী।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 7:35 pm

India vs Pakistan Live Cricket Score: তাণ্ডবের অপেক্ষায় বৈভব, যুব এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান

India vs Pakistan: ২০২৫ যুব এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান (IND A vs PAK A) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচে সকলের নজর আপাতত টিম ইন্ডিয়ার তারকা ওপেনার বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) উপরে রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে বৈভব গত ম্য়াচে মাত্র ৪২ বলে ১৪৪ রান করেছিলেন। এরমধ্যে তিনি ১১ চার এবং ১৫ গগনচুম্বী ছক্কা হাঁকিয়েছিলেন। এবার পাকিস্তানের বিরুদ্ধেও তিনি সেই একই পারফরম্য়ান্সের পুনরাবৃত্তি ঘটাতে চাইবেন। এই ম্যাচে বৈভবের তাণ্ডবলীলা দেখার জন্য সকলে অপেক্ষা করছেন। Vaibhav Suryavanshi Today Match: ফের ধামাকার অপেক্ষায় বৈভব, ভয়ে কাঁপছে পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করতে পারবেন বৈভব? ২০২৫ আইপিএল টুর্নামেন্ট থেকেই বৈভব সূর্যবংশীর ব্যাট গর্জন করছে। ইতিপূর্বে তিনি টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড গিয়ে রান করেছিলেন। এরপর অস্ট্রেলিয়াতেও তাঁর ব্যাটে দেখা গিয়েছিল রানের বন্যা। ২০২৫ রনজি ট্রফিতেও তিনি নজরকাড়া পারফরম্য়ান্স করেন। এই ফর্ম যদি তিনি যুব এশিয়া কাপে ধরে রাখতে পারেন, তাহলে টিম ইন্ডিয়ার সামনে জয়ের রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যাবে। আর সেকারণে পাকিস্তানের বিরুদ্ধেও তিনি রানের পাহাড় গড়তে চাইবেন। Vaibhav Suryavanshi Latest News: বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ে লণ্ডভণ্ড মরুভূমি, ধ্বংস আরব আমিরাত কোথায় দেখা যাবে ভারত বনাম পাকিস্তান ম্য়াচের লাইভ স্ট্রিমিং? এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে মুখোমুখি ভারত এবং পাকিস্তানের এ ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচের লাইভ টেলিকাস্টের ব্যাপারে আলোচনা করা যাক। ভারত থেকে এই ম্য়াচটি টেলিভিশনে সোনি টেন নেটওয়ার্কে দেখা যেতে পারে। এরমধ্যে সোনি টেন-১ এবং সোনি টেন-৩ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এর পাশাপাশি সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে আপনি এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 16 Nov 2025 7:29 pm

Delhi Blast: দিল্লিতে বিস্ফোরণে পাকিস্তান ও বাংলাদেশ যোগ আরও স্পষ্ট…

Delhi Blast: দিল্লির বিস্ফোরণে-কাণ্ডে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের যোগসাজোশ অনেকটাই স্পষ্ট। লখনউ থেকে ধৃত শাহিন হোক বা ফরিদাবাদ থেকে ধৃত মুজাম্মিল কিংবা শ্রীনগর থেকে ধৃত আদিল। এঁদের প্রত্যেকের সঙ্গেই জইশ-যোগ পেয়েছেন তদন্তকারীরা।

টিভি 9 বাংলা 16 Nov 2025 7:28 pm

জলসীমা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ! গ্রেপ্তার ২৯ বাংলাদেশি মৎস্যজীবী

রবিবার ভোরে ওই মৎস্যজীবীদের আটক করা হয়।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 7:28 pm

ভরসন্ধ্যায় খড়দহে বিস্ফোরণ! বাড়িতে মজুত বারুদেই বিপত্তি?

কেন বাড়িতে মজুত করা হয়েছিল বারুদ?

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 7:23 pm

Woman missing in Pakistan |পাকিস্তানে ধর্মান্তরণ ভারতীয় তীর্থযাত্রীর! নিখোঁজ সরবজিৎ এখন নূর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেষ্কঃ পাকিস্তানে ফের ধর্মান্তরণ করা হয়েছে এক ভারতীয় মহিলার। এমন অভিযোগ উঠেছে। তিনি ছিলেন তীর্থযাত্রী। গুরু নানকের ৫৫৫তম জন্মবর্ষ উপলক্ষ্যে এসজিপিসি-র পাঠানো শিখ তীর্থযাত্রীদের সঙ্গে পাকিস্তানে গিয়েছিলেন পঞ্জাবের কাপুরথালার সরবজিৎ কৌর। তাঁরা ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যান ৪ নভেম্বর। ভারতীয় তীর্থযাত্রীরা ১৩ নভেম্বর দেশে ফিরলেও সরবজিৎ ফেরেননি। তাঁর হদিস না পাওয়ায় ঘটনাটিকে […] The post Woman missing in Pakistan | পাকিস্তানে ধর্মান্তরণ ভারতীয় তীর্থযাত্রীর! নিখোঁজ সরবজিৎ এখন নূর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 7:20 pm

West Bengal State Anthem: শিক্ষা দফতরের নির্দেশ সত্ত্বেও এই স্কুলগুলিতে গাওয়া হবে না ‘বাংলার মাটি, বাংলার জল’!

Darjeeling Exempted From Singing State Anthem: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বাংলা মাটি, বাংলার জল'- এই গানটিকে ২০২৩ সালে রাজ্য সঙ্গীত হিসাবে নির্ধারণ করা হয়। সেই সময় বিধানসভায় এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করানো হয় রাজ্য সরকারের তরফে। যদিও এই রাজ্য সঙ্গীত নিয়ে বিতর্ক কম নয়। তবে সেই সব পেরিয়েই রবি ঠাকুরের গানকে রাজ্য সঙ্গীতের স্বীকৃতি দিয়েছে বাংলা।

টিভি 9 বাংলা 16 Nov 2025 7:15 pm

Bihar |এসআইআর না ভোট চুরি! বিপর্যয়ের কারণ হাতড়াচ্ছে কংগ্রেস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিহারে(Bihar) কংগ্রেস শেষবার সম্মানজনক ফল করেছিল ৩৫ বছর আগে। সেই বার অবিভক্ত বিহারে ৭১টি আসন পেয়েছিল কংগ্রেস। কিন্তু তারপর থেকে লাগাতার মগধভূমে ব্যর্থতা সঙ্গী হয়ে গিয়েছে হাত শিবিরের। আরজেডি-র শরিক দল হিসেবে অতিরিক্ত আসনের দাবিতে মাঝেমধ্যে সুর চড়ালেও শেষমেশ লালুপ্রসাদ যাদবের সামনে মাথানত করেই থাকতে হয়েছে শতাব্দীপ্রাচীন দলকে। কিন্তু এবার ভোট […] The post Bihar | এসআইআর না ভোট চুরি! বিপর্যয়ের কারণ হাতড়াচ্ছে কংগ্রেস appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 7:12 pm

Hili |এসআইআর নিয়ে ভয়ের কারণ নাই! সীমান্তের মানুষকে অভয়বাণী সুকান্তর

হিলি: বিশেষ নিবিড় সংশোধনি নিয়ে সীমান্তের মানুষকে অভয়বাণী কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। রবিবার সন্ধ্যায় হিলি(Hili) থানার পশ্চিম আপ্তৈর গ্রামের দোকান মোড় এলাকায় বিজেপির এসআইআর সহায়তা শিবিরে উপস্থিত হয়ে মানুষকে আশ্বস্ত করেন বালুরঘাটের সাংসদ। ওই শিবিরে সীমান্তের মানুষের এসআইআর(SIR) সংক্রান্ত সমস্যা শোনেন এবং সমাধানের জন্য প্রক্রিয়া বাতলে দেন সুকান্ত। তিনি জানান, সীমান্তের মানুষের ভয়ের কোন কারণ […] The post Hili | এসআইআর নিয়ে ভয়ের কারণ নাই! সীমান্তের মানুষকে অভয়বাণী সুকান্তর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 7:02 pm

ঘন ঘন ঠোঁট শুকিয়ে যাচ্ছে? ঘরোয়া উপায়ে দূর করুন সমস্যা

আমরা অনেক সময়ই এমন পরিস্থিতিতে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিই। চটপট শুষ্কতা কমলেও, আসলে কিন্তু আপনার ঠোঁটের ক্ষতিই হচ্ছে। কেননা, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেওয়াটা একেবারেই সাময়িক। ঠোঁটের শুষ্কতা কমাতে আসলে প্রয়োজন সঠিক ময়েশ্চারাইজারে। যা কিনা জিভ ঠোঁটে দিলে, কিছুক্ষণের জন্য ভিজে তো যাচ্ছে, কিন্তু ঠোঁটের চামড়া ময়েশ্চারাইজ হচ্ছে না।

টিভি 9 বাংলা 16 Nov 2025 7:02 pm

Abdur Rahim Bakshi |বিজেপি নেতা-কর্মীদের কানকাটার নিদান, বেলাগাম মন্তব্য করে ফের বিতর্কে আব্দুর রহিম বক্সি

সামসী: বিজেপি নেতাকর্মীদের দেখলেই কানকাটার নিদান দিয়ে ফের বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। সেই সঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদারকেও বাংলাভাষা বিদ্বেষী, সাম্প্রদায়িক দাঙ্গাকারী ও গণতন্ত্র হত্যাকারী বলে কটাক্ষ করেছেন এই তৃণমূল নেতা। তাঁর এই বেলাগাম মন্তব্যে ব্যাপক বিতর্ক ছড়িয়েছে জেলার রাজনীতিতে। আব্দুর রহিম বক্সিকে ‘কানকাটা খলিল’ বলে পালটা দিয়েছে […] The post Abdur Rahim Bakshi | বিজেপি নেতা-কর্মীদের কানকাটার নিদান, বেলাগাম মন্তব্য করে ফের বিতর্কে আব্দুর রহিম বক্সি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 7:02 pm

জোট বেঁধে একদা ভোটে লড়াই, সেই বার্লার বাড়ি এড়িয়ে ত্রাণ বিলি গুরুংয়ের!

দু'জনের দূরত্ব নিয়ে স্বাভাবিকভাবেই শুরু জোর চর্চা।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 7:01 pm

Indian army |১৬ হাজার ফুটে মনোরেল চালু সেনার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নজির গড়ল ভারতীয় সেনা(Indian army)। অরুণাচলপ্রদেশের কামেং হিমালয় অঞ্চলে ১৬ হাজার ফুট উচ্চতায় সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মনোরেল ব্যবস্থা গড়েছে সেনাবাহিনীর(army) গজরাজ কোর। এই রেল পুরোপুরি চালু হয়ে গিয়েছে। হিমালয়ের দুর্গম অঞ্চলে প্রহরারত সেনাদের খারদাবাড়, গোলাবারুদ, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে সরবরাহের জন্য মনোরেল ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। […] The post Indian army | ১৬ হাজার ফুটে মনোরেল চালু সেনার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 6:55 pm

চতুর্থ ইনিংসে সর্বনিম্ন স্কোর, ইডেনে হেরে একাধিক লজ্জার নজির টিম ইন্ডিয়ার

১৩ বছর পর কলকাতায় টেস্ট হারল ভারত।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 6:48 pm

Red Fort Blast |মুজাফফরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ! দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চার চিকিৎসকের লাইসেন্স বাতিল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে ততই প্রকাশ্যে আসছে নিত্যনতুন তথ্য। শনিবার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার চিকিৎসকের মেডিকেল লাইসেন্স বাতিল করেছে জাতীয় মেডিকেল কাউন্সিল। আদিল আহমেদ রাথার, মুজাফফর আহমেদ, মুজাম্মিল শাকিল এবং শাহিনা সইদ, এই চারজনকে ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টার ও ন্যাশনাল মেডিকেল রেজিস্টার, দুই তালিকা থেকে বাদ […] The post Red Fort Blast | মুজাফফরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ! দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চার চিকিৎসকের লাইসেন্স বাতিল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 6:48 pm

ছুটি নিয়েও রেহাই নেই! রাত ১০টার পর মিটিং শিডিউল বসের, ক্ষুব্ধ হয়ে কী করলেন তরুণ?

সমাজমাধ্যমে গোটা ঘটনাটি জানিয়ে একটি পোস্ট করেন ওই তরুণ।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 6:47 pm

মাথায় গজাবে নতুন চুল, ত্বক হবে ঝকঝকে, নারকেলের জলেই সব সমস্যার সমাধান

নারকেল তেল নয়, জলেও রয়েছে ম্যাজিক উপাদান। যা কিনা চুল ও ত্বকে ম্যাজিকের মতো কাজ করবে। তবে বিশেষ নিয়মেই নারকেল জল ব্যবহার করতে হবে। না হলে কিন্তু উপকারের বদলে অপকারই হবে বেশি। কীভাবে করবেন? রইল সহজ বিউটি টিপস।

টিভি 9 বাংলা 16 Nov 2025 6:46 pm

‘ছোট্ট হাতেই’বন্দি ভারত! ইডেন টেস্ট জিতিয়ে বুমরাহকে জবাব দিলেন ‘বামন’বাভুমা

বাভুমাকে কটাক্ষের ফল পেতে হল ভারতকে, বলছেন ক্রিকেটভক্তরা।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 6:42 pm

Madhya Pradesh |রামমোহনকে ‘ব্রিটিশ দালাল’ বলে বিতর্ক, চাপের মুখে ক্ষমা চাইলেন বিজেপি মন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রখ্যাত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে সরাসরি ‘ব্রিটিশদের দালাল’ এবং ‘ভুয়ো সমাজ সংস্কারক’ আখ্যা দিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিংহ পারমার। বিরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্য প্রকাশিত হতেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তীব্র জনরোষ এবং রাজনৈতিক চাপের মুখে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই […] The post Madhya Pradesh | রামমোহনকে ‘ব্রিটিশ দালাল’ বলে বিতর্ক, চাপের মুখে ক্ষমা চাইলেন বিজেপি মন্ত্রী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 6:39 pm

Sealdah: দিল্লি বিস্ফোরণ, সতর্ক বাংলা! কড়া নিরাপত্তায় হাওড়া-শিয়ালদহ স্টেশন

Sealdah Station: কোনো গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছেনা স্টেশন চত্বরের বাইরে। শিয়ালদহ শেষ্টনের বাইরে থাকা পার্কিংয়ে চলছে অনবরত RPF এর নজরদারি। প্রত্যেকটি গাড়ি ধরে ধরে তল্লাশি চালানোর পর পার্কিং স্পেসে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। যাত্রীদের সঙ্গে থাকা লাগেজ কয়েক দফায় তল্লাশি চালানো হচ্ছে RPF এর তরফে।

টিভি 9 বাংলা 16 Nov 2025 6:38 pm

Hearing at Midnight: আবাস যোজনার মামলায় রাত ৩টেয় বাড়িতেই আদালত বসালেন বিচারক!

Delhi Judge Holds Hearing At Midnight: প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়া এক ব্যক্তির অভিযোগের পরেই সামনে আসে এই দুর্নীতি চক্র। ওই ব্যক্তি অভিযোগ করেন, প্রকল্পের দরুন বরাদ্দ ফ্ল্যাটটি তাঁকে না দিয়ে বিক্রি করে দিয়েছেন অভিযুক্ত। বৃহস্পতিবার গ্রেফতারির পর শনিবার অভিযুক্তকে আদালতে তোলে ইডি। তাও আবার রাত ২টো বেজে ২৫ মিনিটে।

টিভি 9 বাংলা 16 Nov 2025 6:32 pm

Bangladeshi Actress Mehazabien: আর্থিক প্রতারণা-হুমকি-ভয় দেখানোর অভিযোগ, গ্রেফতারি পরোয়ানা জারির খবরে পালটা মেহজাবীন

Mehazabien Chowdhury Fake News: রূপোলি দুনিয়ার তারকাদের ঘিরে প্রায়ই ছড়িয়ে পড়ে ভুয়ো খবর। যা দেখে রীতিমতো তাজ্জব বনে যান খোদ সেই সেলিব্রিটি। রবিবাসরীয় ছুটির দিনে সেইরকমই এক মারাত্মক ঘটনার সাক্ষী থাকলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ওপার বাংলার এই ফেমাস স্টার নাকি ব্যবসায়িক ক্ষেত্রে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিজনেস পার্টনারের সঙ্গে টাকা নয় ছয় করা ছাড়াও তাঁকে হুমকি দেওয়া, ভয় দেখানোর অভিযোগও উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। আর সেই কারণেই মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। এই পুরো ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রী। আরও পড়ুন 'তোমরা আমার...', দেব-শুভশ্রীর জন্য কেন চোখে জল বাংলাদেশি অভিনেত্রী পরি মনির? নিজের সম্পর্কে এমন খবর দেখে হতবাক মেহজাবীন। সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য পেশ করেন অভিনেত্রী। তিনি লিখেছেন, 'অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন মামলা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের অনুরোধ দয়া করে কোনও প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।' উল্লেখ্য, বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মেহজাবীন দোষী। অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, তিনি সম্পূর্ণ নির্দোষ। সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করে নিজের পক্ষে সাফাই দিয়েছেন মেহজাবীন। মিথ্যা মামলার অভিযোগ তিনি কোনও ব্যবসার সঙ্গে যুক্ত নন। সেই বিষয়টি স্পষ্ট করে ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, 'ভুয়ো ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। আমি মনে করি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়। এই ধরনের কোনও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন তাদের কাউকে আমি চিনি না। যাঁরা আমাকে চেনেন তাঁরা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিবেদিত। আমি এমন কোনও ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই যেখানে আইনি জটিলতায় জড়ানোর প্রশ্ন আসে।' সচেতন নাগরিক মেহজাবীন পোস্টে মেহজীবনের সাফ বক্তব্য, 'একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন, নিয়মনীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী। ইতিমধ্যেই আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন যাতে এসব গুজব ও মিথ্যা প্রচার বন্ধ হয়। ভবিষ্যতে কেউ আর এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কিছু করতে না পারে সেটাও দেখা হবে।' আরও পড়ুন 'মধ্যরাতে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে...', বিকানের থেকে জয়সলমের যাওয়ার পথে ভয়ংকর অভিজ্ঞতা বিবেকের মেহজাবীনের অনুরোধ ভিত্তিহীন কোনও তথ্য যাচাই ছাড়া প্রকাশ না করার অনুরোধ মেহজাবীনের। তাঁর আর্জি, 'আমার সকল শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও পরিচিতজনদের বলব আপনাদের ভালবাসা আর আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পাশে থাকুন।' আরও পড়ুন লাইভ পারফরম্যান্সের মাঝেই গায়কের প্যান্ট ধরে টানাটানি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ইন্ডিয়ান এক্সপ্রেস 16 Nov 2025 6:30 pm

কচুশাক ও পুঁটি মাছের এই পদটা খেয়েছেন? অতিথিদের তাক লাগাতে নিজেই রেঁধে ফেলুন

খাবার-দাবারে একটু এক্সপেরিমেন্ট প্রায় হয় না বললেই চলে। মা-ঠাকুমারা যেভাবে রান্নাঘরকেই বানিয়ে তুলেছিলেন তাঁদের রান্নার ল্য়াব, রোজই সেখানে নতুন স্বাদের জন্ম। হারিয়ে যাওয়া তেমনই এক রেসিপি হল ঝাল ঝাল কচুর শাকে পুঁটি মাছ।

টিভি 9 বাংলা 16 Nov 2025 6:29 pm

Bihar Election |সীমাঞ্চলে ১৪ আসনে জয়! সংখ্যালঘু ভোট ভাগের ‘ফসল’ ঘরে তুলল এনডিএ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঠিক যেন ৫ বছর আগের পুনরাবৃত্তি। সেইবারও পশ্চিমবঙ্গে ঘেঁষা বিহারের(Bihar) সীমাঞ্চলে কংগ্রেসের সংখ্যালঘু ভোটে থাবা বসিয়ে ছিল আসাদউদ্দিন ওয়াইসির এআইমিম। এবারও তার ব্যতিক্রম ঘটল না। শুক্রবারের ভোটের(Election) ফল বলছে, এবার মিম এই এলাকার ২৪টি আসনের মধ্যে ৫টি দখল করেছে। যা গতবারের সমান। বিপরীতে মাত্র ৪টি আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থীরা। তবে […] The post Bihar Election | সীমাঞ্চলে ১৪ আসনে জয়! সংখ্যালঘু ভোট ভাগের ‘ফসল’ ঘরে তুলল এনডিএ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 6:27 pm

দিল্লি বিস্ফোরণকে সমর্থন করে পোস্ট! হিমন্তের ‘রোষানলে’গ্রেপ্তার ২১ সন্দেহভাজন

'সন্ত্রাসের সমর্থকদের রেয়াত নয়', কড়া বার্তা হিমন্তের।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 6:26 pm

Color Removal: সাদা পোশাকে লেগে যাওয়া রং নিয়ে চিন্তায়? দূর করুন এই সহজ ঘরোয়া কায়দায়

Color Stain Removal: সাদা পোশাক আমাদের সবারই পছন্দের। এই রঙের পোশাক পরলে যেমন পরিপাটি দেখায়, তেমনই সহজেই যে কোনও অনুষ্ঠানে নিজেকে মানিয়ে নেওয়া যায়। কিন্তু সমস্যাটা শুরু হয়, যখন নোংরা বা দাগ সাদা কাপড়ে লেগে যায়। বিশেষ করে গাঢ় নীল, কালো বা লাল, হলুদ রং সাদা পোশাকে লেগে গেলে সহজে উঠতে চায় না। অনেক সময়ই মনে হয়, পোশাকটি আর ব্যবহার করাই যাবে না। কিন্তু বাস্তবটা আলাদা। সেটা হল, কয়েকটি সহজ ঘরোয়া কায়দাতেই সাদা কাপড়কে আগের মতই ঝকঝকে করা সম্ভব। আরও পড়ুন- এই গির্জা তৈরি হয়েছে ৪০ হাজার মানুষের হাড় দিয়ে! ভয়ংকর এই গির্জার রহস্য জানলে আঁতকে উঠবেন সেটা কী করে সম্ভব? একটি বড় পাত্রে এক লিটার জল নিন। এতে দুই চা চামচ বেকিং সোডা এবং আধা চা চামচ লেবুর রস দিন। মিশ্রণটি ভালোভাবে নাড়ুন। এরপর দাগ পড়া সাদা কাপড় ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। আধঘণ্টা পর কাপড়টি কাচার মত করে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে সাদা কাপড় থেকে হালকা অথবা মাঝারি দাগ সহজেই দূর হবে। বেকিং সোডার দাগ–উঠানোর ক্ষমতা আছে। এটি কাপড়ের আঁশের ভিতরে জমে থাকা রঞ্জক কণা ভেঙে বের করে আনে। লেবুর রসের অম্লীয় স্বভাব দাগকে আরও নরম করে, ফলে সহজে গলে যায়। দুটো একসঙ্গে ব্যবহার করলে দাগ দূর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরও পড়ুন- পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ৯টি প্রাণী, যাদের বুদ্ধি মানুষকেও অবাক করে দাগটা গাঢ় হয়ে গেলে কী করবেন? কখনও দাগ এতটাই গাঢ় হয়ে যায় যে সাধারণ পদ্ধতিতে ওঠানোই যায় না। সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন রাবিং অ্যালকোহল। একটি ছোট পাত্রে দাগ পড়া কাপড় বিছিয়ে রাখুন। শুধুমাত্র দাগযুক্ত জায়গায় ১–২ চা চামচ অ্যালকোহল লাগান। ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর পুরোনো ব্রাশ দিয়ে আলতো করে জায়গাটি ঘষুন। এই পদ্ধতিতে বেশিরভাগ সময়েই দাগ উঠে যায়। এরপর কাপড়টি ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে দিন। দাগ পুরোপুরি মিলিয়ে যেতে রোদ সাহায্য করবে। আরও পড়ুন- ঠিক রাখুন বুকের ধুকপুকুনি! সাহায্য করে এই ৬ খাবার সাদা কাপড় দীর্ঘদিন নতুনের মত রাখতে হলে কখনও এর সঙ্গে গাঢ় রঙের কাপড় ধোবেন না। ধুলে গাঢ় রঙের কাপড়ের রং সাদা কাপড়ে লেগে যায়। এই সমস্যা দূর করতে রঙিন কাপড় ধোয়ার আগে কিছুক্ষণ লবণজলে ভিজিয়ে রাখুন। তাহলে কাপড় থেকে রঙ দ্রুত ফ্যাকাশে হয়ে যাওয়া বা অন্য কাপড়ে ছড়িয়ে পড়া অনেকটাই বন্ধ হবে। এক বালতি জলে ২-৩ চামচ লবণ গুলে কাপড় ৩০ মিনিট ভিজিয়ে রাখলে এই ব্যাপারে ভালো ফল মিলবে। এতে রঙ বেশি দিন স্থায়ী থাকবে এবং অন্যান্য কাপড়ও নিরাপদ থাকবে। আরও পড়ুন- জন্মদিনে কিংবদন্তি মিহির সেনকে স্মরণ, জানুন তাঁর জীবনের অজানা কথা মনে রাখবেন সাদা কাপড় হালকা গরম জলে ধুলে ময়লা ও দাগ সহজে উঠে যায়। মাঝে মাঝে বেকিং সোডা জলে মিশিয়ে সাদা কাপড় ধুলে তা আগের মত উজ্জ্বল থাকে। ভিজিয়ে রাখা সাদা কাপড় রোদে শুকালে স্বাভাবিকভাবে পোশাকের সাদা ভাব বাড়ে। ধোয়ার সময় খুব বেশি ডিটারজেন্ট ব্যবহার করবেন না, কারণ বেশি ডিটারজেন্ট কাপড়ের আঁশে জমে সাদা ভাব কমিয়ে দেয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 16 Nov 2025 6:26 pm

TMC-BJP: তৃণমূলের ক্যাম্পে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তপ্ত নন্দীগ্রাম

TMC-BJP: তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নন্দীগ্রামের হরিপুরে প্রেস কনফারেন্স ছাড়াও বেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিরোধী দল নেতার একটি ধর্মীয় কর্মসূচি ছিল।এদিন নন্দীগ্রাম ১নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শুভেন্দু অধিকারী আসার কিছুক্ষণ আগে গোবিন্দপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের ভোট সুরক্ষা ক্যাম্পে হামলা চালায় বিজেপি।

টিভি 9 বাংলা 16 Nov 2025 6:19 pm

Solapur |‘শেষই হল অস্তিত্বের শুরু’, ইনস্টাগ্রাম পোষ্টের পরেই আত্মঘাতী ১৮ বছরের যুবক!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে ‘শেষই হল অস্তিত্বের শুরু’ (The end is the beginning of existence) লিখে জীবন শেষ করে দিল মহারাষ্ট্রের সোলাপুরের এক ১৮ বছর বয়সী যুবক। মৃতের নাম যোগেশ অশোক খ্যাগ (Yogesh Ashok Khyage)। আত্মহত্যার কিছুক্ষণ আগে সে ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি মর্মস্পর্শী বার্তা পোস্ট করে গিয়েছিল, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। পুলিশ […] The post Solapur | ‘শেষই হল অস্তিত্বের শুরু’, ইনস্টাগ্রাম পোষ্টের পরেই আত্মঘাতী ১৮ বছরের যুবক! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 6:14 pm

দৈনিক খরচ ১০ টাকারও কম! পড়ুয়াদের জন্য আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির BSNL

এই অফারটি সীমিত সময়ের জন্য।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 6:13 pm

Mahua Moitra |লোকপালের অনুমতি, মহুয়ার বিরুদ্ধে চার সপ্তাহে চার্জশিট সিবিআইয়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সংসদে ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ করার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল। নির্দেশ অনুযায়ী, সিবিআইকে আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট জমা দিতে হবে এবং তার একটি কপি লোকপালের দপ্তরে পাঠাতে হবে। ১২ নভেম্বর লোকপালের পূর্ণাঙ্গ বেঞ্চ এই সিদ্ধান্ত নেয় এবং পরে তা লিখিতভাবে জানানো হয় […] The post Mahua Moitra | লোকপালের অনুমতি, মহুয়ার বিরুদ্ধে চার সপ্তাহে চার্জশিট সিবিআইয়ের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 6:12 pm

Gazole |পুজোয় নেই কোনও মন্ত্রতন্ত্র, মনস্কামনা পূরণে পিরবাবার থানে ঘোড়া দান করেন ভক্তরা

গৌতম দাস, গাজোল: মনোবাঞ্ছা পূরণ হলে ভক্তরা মাটির ঘোড়া দান করেন। এই পুজোয় কোনও মন্ত্রতন্ত্র নেই। শুধু হাঁটু গেড়ে বসে নিজের মনের ইচ্ছে জানাতে হয়। কথা হচ্ছে বুড়া পির সাহেবের পুজোর। এই পুজোকে কেন্দ্র করে গাজোল-২ গ্রাম পঞ্চায়েত এলাকার সোরাকান্দর এবং বাগদাপাড়া গ্রামের তপশিলি সম্প্রদায়ের মানুষ মেতে উঠেছেন। প্রতি বছর কার্তিক মাসের শেষ শুক্র ও […] The post Gazole | পুজোয় নেই কোনও মন্ত্রতন্ত্র, মনস্কামনা পূরণে পিরবাবার থানে ঘোড়া দান করেন ভক্তরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 6:12 pm

যেটা এতদিন দেখেছেন সেটা নয়! এবার নতুন ক্লাইম্যাক্স নিয়ে মুক্তি পাচ্ছে ‘শোলে’, জানেন কী রয়েছে ছবির শেষে?

রমেশ সিপ্পির শোলে ছবি সাতের দশকে দেখিয়ে দিয়েছিল, সিনেপর্দায় ম্যাজিক কাকে বলে, বলিউডের মশালা ছবির কালজয়ী উদাহরণ হয়ে যায় শোলে। ভারতীয় চলচ্চিত্রের মাইলস্টোন। হলিউড ধাঁচে তৈরি এই মেলড্রামা-অ্যাকশন ছবি ভারতীয় সিনেমাকে নতুন ভাষা দিয়েছিল।

টিভি 9 বাংলা 16 Nov 2025 6:12 pm

বাড়িতে কার্তিক পুজো? সুফল পেতে এই নিয়মগুলি মানতেই হবে

কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পুজো হয়।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 6:10 pm

No Nominee Case: আপনার বাবা বা মায়ের অ্যাকাউন্টে নমিনি না থাকলে কীভাবে সেই টাকা ক্লেম করবেন?

How To Claim Money: আসলে সঠিক উত্তরাধিকারীর জন্য স্পষ্ট নিয়ম রয়েছে ব্যাঙ্কের। সঠিক পদ্ধতি আর কী কী কাগজপত্র লাগবে, তা জানলে এই প্রক্রিয়াটি আর ততটা কঠিন মনে হবে না। এমন পরিস্থিতিতে সেই ব্যক্তির সন্তানদের কী করণীয়?

টিভি 9 বাংলা 16 Nov 2025 6:03 pm

খুদের চকোলেট খাওয়ার ঝোঁক? চিন্তা নেই, স্বাস্থ্যকর পদ্ধতি মেনে বাড়িতেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

সন্তানের স্বাস্থ্যের চিন্তা না করে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন চকোলেট।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 6:01 pm

Noida |অভিযোগ প্রত্যাহার করতে চায় সরকার! আখলাখ মামলায় অভিযুক্তদের মুক্তির তোড়জোড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিচারের বাণী আজও যে নীরবে নিভৃতে কাঁদে, তা আরও একবার প্রমাণ হয়ে গেল আখলাখ হত্যা মামলায়। ২০১৫ সালে গ্রেটার নয়ডার বিসাড়া গ্রামে গোমাংস রাখার অভিযোগে একদল উন্মত্ত জনতার গণপিটুনিতে নিহত হন প্রৌঢ় মহম্মদ আখলাখ। আহত হন তাঁর ছেলে দানিশও। লাউডস্পিকারে গোমাংসের গুজব ছড়িয়ে পড়তেই আখলাখকে বাড়ি থেকে টেনে বের করে মারধর […] The post Noida | অভিযোগ প্রত্যাহার করতে চায় সরকার! আখলাখ মামলায় অভিযুক্তদের মুক্তির তোড়জোড় appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 5:59 pm

শামি-সুরজদের দাপুটে বোলিং, অসমের বিরুদ্ধে প্রথম দিন সুবিধাজনক জায়গায় বাংলা

কল্যাণীতে চার পেসার নিয়ে নেমেছে বঙ্গ ব্রিগেড।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 5:59 pm

‘বিলেতে তিন দিনে খেলা শেষ হলে, ভনরা এক কাঁদুনি গাইবে তো?’, একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক ইডেন কিউরেটর

'কিউরেটরের কাজটাই টাফ', হাসিমুখেই বলছেন সুজন মুখোপাধ্যায়।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 5:57 pm

SIR Norms For Matua: মমতাবালার সঙ্গে অভিষেকের কথার পর ঠাকুরবাড়িতে তৃণমূল, রাজনীতির ভোটব্যাঙ্ক মতুয়ারা?

SIR Norms For Matua: নাগরিকত্বের দাবিতে নাছোড় মতুয়ারা। আন্দোলন জারি। ২৮ ডিসেম্বর ধর্মতলায় আন্দোলনের ডাক দিয়েছেন মতুয়ারা। ঠাকুরবাড়িতে এখন তপ্ত রাজনীতি। একদিকে চলছে সুব্রত ঠাকুরের নেতৃত্বে CAA ক্যাম্প। অন্যদিকে, আবার নাটমন্দিরেও চলছে আরেকটি CAA ক্যাম্প, নেতৃত্বে শান্তনু ঠাকুর। অন্যদিকে, ঠাকুরবাড়ির আরেকপ্রান্তে অনশনে বসেছেন মমতাবালা ঠাকুর।

টিভি 9 বাংলা 16 Nov 2025 5:56 pm

Kalyan vs Governor: ‘সুপ্রিম কোর্টে যাব…’, রাজ্যপালকে খোলাখুলি চ্যালেঞ্জ কল্যাণের

CV Ananda Bose: কল্যাণের 'কুরুচিকর' মন্তব্য সাংবিধানিক একটি প্রতিষ্ঠানের মানহানির সমান বলেই দাবি করেন রাজ্যপাল। পাশাপাশি, এর বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেই নিয়েও রাজভবনের তরফে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেই সাংবাদিকদের জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

টিভি 9 বাংলা 16 Nov 2025 5:56 pm

Tej Pratap Yadav |লালুর পরিবারে সংঘাত: ‘বাবা, শুধু একটা ইশারা করুন’, বোনের সমর্থনে তেজ প্রতাপের হুঁশিয়ারি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি(RJD)-র শোচনীয় পরাজয়ের পরেই লালু প্রসাদ যাদবের পরিবারে শুরু হয়েছে এক চরম পারিবারিক সংঘাত, যা এবার প্রকাশ্যে চলে এসেছে। দলের বিপর্যয়ের জন্য পরিবার কর্তৃক দায়ী হওয়ার অভিযোগ তুলে লালু-কন্যা রোহিণী আচার্য শুধু রাজনীতিই ছাড়েননি, পরিবার থেকেও সম্পর্ক ছিন্ন করেছেন। এই পরিস্থিতিতে, পরিবার থেকে বিচ্ছিন্ন জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ […] The post Tej Pratap Yadav | লালুর পরিবারে সংঘাত: ‘বাবা, শুধু একটা ইশারা করুন’, বোনের সমর্থনে তেজ প্রতাপের হুঁশিয়ারি! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 5:52 pm

Suvendu Adhikari: জেলে বসেও SSC-র পরীক্ষায় প্রভাব খাঁটিয়েছেন জীবনকৃষ্ণ: শুভেন্দু

শুধু তাই নয়, নতুন নিয়োগ প্রক্রিয়াও তিনি প্রভাবিত করেছেন। আজ অর্থাৎ রবিবার (১৬ নভেম্বর) সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখান থেকে তিনি নিজের মোবাইল ফোন থেকে কিছু ছবি,ভিডিয়ো আর অডিয়ো দেখান। আর দাবি করেন, সেই ভিডিয়ো-অডিয়ো সবটাই জীবনকৃষ্ণের।

টিভি 9 বাংলা 16 Nov 2025 5:46 pm

আমেরিকায় বন্ধ হল পেনি মুদ্রণ

এখনকার পৃথিবীতে ক্রমশ মুদ্রা এবং নোটের ব্যবহারও কমছে।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 5:43 pm

Gujarat |শাড়ি টাকা নিয়ে বচসা! বিয়ের দিনই লিভ ইন সঙ্গীকে খুন করে পালাল যুবক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শাড়ি ও টাকা নিয়ে বচসার জেরে এক তরুণীকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাতের(Gujarat) ভাবনগরে। শনিবার টেকরি চক সংলগ্ন প্রভুদাস লেক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় ওই তরুণীর মৃতদেহ। মৃতা তরুণীর নাম সোনি হিম্মত রাঠোর। বয়স ২৫ বছর। ধৃত যুবকের নাম সজন বরাইয়া। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও গত […] The post Gujarat | শাড়ি টাকা নিয়ে বচসা! বিয়ের দিনই লিভ ইন সঙ্গীকে খুন করে পালাল যুবক appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 5:30 pm

সব ছুটি বাতিল, ইডেনে টেস্ট হারতেই পন্থদের শাস্তির নিদান ‘গুরু’গম্ভীরের

জিতলে কয়েকজন ক্রিকেটার ছুটি নিতেন।

সংবাদপ্রতিদিন 16 Nov 2025 5:29 pm

Kaliachak |দেওয়া হয়নি এসআইআরের ফর্ম! ভোটার তালিকায় ‘মৃত’ সুজাপুরের খোরশেদ   

সেনাউল হক, কালিয়াচক: বয়স ৭৫ পেরিয়েছে, বর্তমানে জীবিত। কিন্তু আশ্চর্যজনকভাবে ২০২৫ সালের ভোটার তালিকায় তাঁকে মৃত বলে দেখানো হয়েছে। একদিকে এসআইআর আতঙ্ক। তার ওপর ২০২৫ সালের ভোটার তালিকায় তাঁর নামই নেই। ফলে এনুমারেশন ফর্ম আসেনি তাঁর। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কালিয়াচকের সুজাপুর পঞ্চায়েতের ঝাবড়া গাইনপাড়ায়। প্রবীণ ওই নাগরিকের নাম খোরশেদ শেখ (৭৫)। স্ত্রীর মৃত্যু […] The post Kaliachak | দেওয়া হয়নি এসআইআরের ফর্ম! ভোটার তালিকায় ‘মৃত’ সুজাপুরের খোরশেদ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 16 Nov 2025 5:26 pm

Rahul-Priyanka son Shohoj: স্টারকিড হয়েও আলাদা পরিচয় চান সহজ! ছেলের শিক্ষায় প্রশংসিত রাহুল-প্রিয়াঙ্কা

Rahul and Priyanka Son Shohoj: একজন তারকা সন্তানের যে ধরণের বৈভব বা সুযোগ সুবিধা থাকে, সাধারণ মানুষের সেটা থাকে না।, এমনটা শোনা যায় মাঝে মাঝেই। তবে, বেশ কিছু তারকা সন্তান ঠিক এমনভাবেই বড় যাতে তার মধ্যে জীবনের নানা ভ্যালু থাকে। অন্তত, রাহুল এবং প্রিয়াঙ্কার সন্তান সহজের মধ্যে এমন নানা সম্ভাবনা প্রবল। রাহুল এবং প্রিয়াঙ্কার সন্তান সহজ যে তাঁদের জীবনে ছোট বস, সেকথা অভিনেতা আগেই জানিয়েছেন। কিন্তু, সহজকে তাঁরা যে একেবারেই অন্যরকমভাবে বড় করে তুলছেন তা সহজ নিজেই প্রমাণ করেছে। সেদিন বাবার অনুষ্ঠানে হাজির হয়ে নিজের জনপ্রিয়তা এবং প্রাচুর্য প্রসঙ্গে যা বলল সে, এতে রাহুল এবং প্রিয়াঙ্কার তারিফ করতে হয়। তারকা হয়েও যে তাঁরা এভাবে ছেলেকে নানা কিছু শেখাচ্ছেন, এতেই নেটপাড়ার সদস্যরা বেশ খুশি। Benny Basu: মা-কে হারিয়ে শোকাতুর, বেণীর কাতর আর্জি, 'আর হাসব না মা..' রাহুল সোজাসুজি সহজকে প্রশ্ন করেন তুমি যেভাবে বড় হচ্ছ, তুমি যদি আমার সঙ্গে বা মায়ের সঙ্গে কোথাও যাও, সবাই যে গুরুত্ব তোমায় দেয়, এটা কি তোমার কাছে ভাল না খারাপ? সহজ যে কতটা সহজ চোখে এই জীবনকে দেখে, তাও আবার এই ছোট্ট বয়সে তা-ই যেন প্রমাণ পেল। সহজ-কে বলতে শোনা গেল... Amitabh Bachchan: 'দেশভাগের আগে থেকেই বন্ধুত্ব', বলিউড হারাল এক যুগের অভিনেত্রীকে, শোকে কাতর অমিতাভ আমায় আমার বন্ধুরা জিজ্ঞেস করেছিল যে, সহজ তুমি খুব ফেমাস। আমি বললাম না আমার বাবা-মা দুজনে ফেমাস। আমি না। আমি এটাও বলেছিলাম যে আমি একারণে জনপ্রিয় হতে চাই না, বা এভাবে জনপ্রিয় হতে চাই না যে আমি প্রিয়াঙ্কা এবং রাহুলের সন্তান। আমি সহজ বন্দ্যোপাধ্যায় হিসেবে পরিচিতি পেটে চাই। সেটার জন্যই তো আমি কাজ করছি। আমার যেন নিজস্ব একটা পরিচয় থাকে। ক্ষতি থাকতেই পাড়ে, কিন্তু আমি চাই যেন এই বিষয়টা আমায় এফেক্ট না করে। প্রসঙ্গে রাহুল এবং প্রিয়াঙ্কার এই শিক্ষা যেন মন ছুঁয়ে গিয়েছে সকলের। কেউ বলছেন, ছেলেটা এই বয়সে এত পরিণত। আবার কেউ বলছেন, 'কি সুন্দর ভাবে কথা গুলো গুছিয়ে বলল, বাবা-মায়ের শিক্ষা বোঝা যাচ্ছে।' আবার কারওর কথায়, 'যোদ্ধা তৈরি হচ্ছে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস 16 Nov 2025 5:16 pm