SIR-এ বাংলায় বিপদ বাড়বে তৃণমূলের? বিহারের ফল ঘোষণা হতেই অর্জুন বললেন…
বিহারে ফের সরকার গড়ার পথে এনডিএ। বিশেষ নিবিড় সংশোধনের (SIR) পর বিহারে বিধানসভা নির্বাচন হয়েছে। বিহারে নির্বাচনের ফলে কি এসআইআরের প্রভাব পড়েছে? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং অবশ্য সেই জল্পনা খারিজ করে দিলেন। তাঁর দাবি, বিহারে নীতীশ সরকারের উন্নয়নের নিরিখে ভোট হয়েছে। তাহলে বাংলায় কি এসআইআরের কোনও প্রভাব পড়বে না? অর্জুন বলছেন, বাংলায় এসআইআরের প্রভাব পড়বে। ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল। তার পিছনে যুক্তিও দিলেন বিজেপি এই নেতা। অনুপ্রবেশ, একজন ভোটারের একাধিক জায়গায় নাম রয়েছে বলে তিনি দাবি করলেন। তারপরই তাঁর দাবি, প্রকৃত ভোটাররা ভোট দিলে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে।
SIR-এর ফর্ম তো ফিলআপ করছেন, কোন কালি ব্যবহার করবেন, কোন ভাষায় লিখবেন জানেন তো?
Special Intensive Revision: কোন ভাষায় ফর্ম ফিলআপ করবেন? কোন কালি ব্যবহার করবেন। এই নিয়ে কমিশন কোনও স্পষ্ট নির্দেশিকা জারি করেনি। তবে একাধিক ক্ষেত্রে বিএলওদের সঙ্গে কথা বলে ও পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর পডকাস্ট থেকে অনেক তথ্যই পাওয়া গিয়েছে।
IND vs SA, 1st Test: ইডেনে কি পয়সা উসুল প্রথম দিনের প্রথম সেশন? কোন জায়গায় রয়েছে প্রোটিয়ারা?
Eden Test: শুক্র সকালে টস ভাগ্য সঙ্গ দেয়নি শুভমন গিলের। যার ফলে প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শেষ হয়েছে প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন। ইডেনে কি পয়সা উসুল প্রথম টেস্টের প্রথম দিনেপ প্রথম সেশন? জেনে নিন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
‘শিশুরাই আগামী দিনের আলো’, নেহরুকে জন্মদিনে প্রণাম জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, বিভিন্ন কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে শিশুদের কোলে নিয়ে আদর করতে দেখা গিয়েছে।
Bihar Election Result 2025 |বিহার ভোটগণনা, সাড়ে পাঁচ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে তেজস্বী
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election Result 2025) গণনা। হাইভোল্টেজ লড়াইয়ের মঞ্চ হয়ে উঠেছে বিহার। নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ (NDA) জোট ক্ষমতা ধরে রাখতে পারবে? নাকি কুর্সির দখল নেবে তেজস্বী যাদবের মহাগঠবন্ধন? এদিনই সবটা স্পষ্ট হয়ে যাবে। এদিন সকাল থেকেই রাঘোপুর কেন্দ্র থেকে এগিয়ে ছিলেন মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব। […] The post Bihar Election Result 2025 | বিহার ভোটগণনা, সাড়ে পাঁচ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে তেজস্বী appeared first on Uttarbanga Sambad .
‘এবার বাংলা’, বিহারে গেরুয়া ঝড়ে গর্জন গিরিরাজের, তৃণমূলের পালটা, ‘শীত-গ্রীষ্ম-বর্ষা, মমতাই ভরসা’
'বাংলায় কোনও প্রভাব পড়বে না', বলছেন কুণাল।
১৪ বছরেই বিয়ে, নির্যাতন, সংগ্রাম- তারপর রহস্যময় মৃত্যু! এই অভিনেত্রীর ট্র্যাজিক জীবন কাঁদাবে সকলকে..
Bollywood Actress Tragic Life: ভারতের চলচ্চিত্র জগতে বহিরাগতদের সুপারস্টারডম অর্জন করা সবসময়ই কঠিন- বিশেষত যখন তিনি ছোট কোনও গ্রামের দরিদ্র পরিবারের একজন মানুষ। তবুও সব প্রতিকূলতাকে অতিক্রম করে দক্ষিণ ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য স্থান করে নিয়েছিলেন সিল্ক স্মিথা। ১৯৮০ থেকে নব্বইয়ের দশকের শুরু পর্যন্ত তিনি ছিলেন দেশের সবচেয়ে পরিচিত এবং আলোচিত গ্ল্যামার আইকনদের একজন। বিদ্যা বালান অভিনীত, দ্য ডার্টি পিকচার তাঁর জীবনের একটি অংশ থেকে অনুপ্রাণিত হলেও, সিল্কের প্রকৃত জীবন ছিল আরও জটিল ও বিস্ময়কর। অন্ধ্রপ্রদেশের কোভভালি গ্রামের, ভাদলাপতি বিজয়লক্ষ্মী থেকে সিল্ক স্মিথা হয়ে ওঠার যাত্রা ছিল সংগ্রামে ভর্তি । দারিদ্র্যের কারণে, মাত্র চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ই তাকে পড়াশোনা ছাড়তে হয়। মাত্র ১৪ বছর বয়সে, পরিবারের সিদ্ধান্তে তার বিয়ে হয় একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে। স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে, দুই বছর পর তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং মাসির আশ্রয়ে নতুন জীবন শুরু করেন। তখন তিনি গৃহকর্মী ও পরে ‘টাচ-আপ’ শিল্পী হিসেবে কাজ করতে থাকেন। যার সূত্রেই তিনি প্রথম সিনেমার সেটে প্রবেশ করেন। Celeb Death Rumor: তারকাদের মৃত্যু-গুজব: ধর্মেন্দ্র থেকে জ্যাকি চ্যান—কীভাবে ছড়ায় মিথ্যা খবর? ১৯৮০ সালে তামিল ছবি ভান্দিচক্করম তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ছবিতে ‘সিল্ক’ নামে এক গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। সেখান থেকেই তার নতুন পরিচয়, ইন্ডাস্ট্রির কাছে সিল্ক স্মিথা নামে পরিচিত হন। এই চরিত্র তাঁকে রাতারাতি খ্যাতি এনে দিলেও তাঁকে নির্দিষ্ট ধরনের গ্ল্যামার ভূমিকায় আটকে ফেলে। তিনি চরিত্রনির্ভর অভিনয়ের ইচ্ছা বহুবার ব্যক্ত করলেও, শিল্পের চাহিদা ও বাজার তাঁকে সেই সুযোগ দেয়নি। তার পরেও তাঁর উত্থান ছিল নজরকাড়া। প্রায় ১৮ বছরের ক্যারিয়ারে তিনি ৪৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। দক্ষিণ ভারতের সিনেমা জগতে এমন সময় এসেছিল, যখন পরিবেশকরা শুধুমাত্র সিল্ককে একটি গান বা ভূমিকায় নিলেই, ছবি কিনতে রাজি হতেন। কিন্তু নব্বইয়ের দশকের শুরুতে তার জনপ্রিয়তা কমতে থাকে। নতুন প্রতিযোগীদের আগমন, ব্যস্ত সময়সূচি ও কিছু প্রযোজনা ব্যর্থ হওয়ার ফলে আর্থিক চাপ বাড়তে থাকে। Mamata Banerjee-Kiff: 'এই বাংলায় সব পাবেন...', KIFF-র সমাপ্তি অনুষ্ঠানে বলে বলে গোল দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত ও আর্থিক টানাপোড়েনের মধ্যেই ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর তাকে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারি রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও, তাঁর মৃত্যু নিয়ে এখনও নানা রহস্য ও প্রশ্ন রয়ে গেছে। সংগ্রাম, খ্যাতি, শোষণ এবং অপূরণীয় স্বপ্ন—এই চার স্তম্ভের উপর দাঁড়িয়েই গড়ে উঠেছে সিল্ক স্মিথার বিস্ময়কর জীবনগাথা।
Shubman Gill News Update: শুভমানের মাথায় 'কলঙ্কের' বোঝা! কী বললেন ভারত অধিনায়ক?
Shubman Gill: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে প্রথম টেস্ট ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলা হচ্ছে। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে প্রথম দিনের লাঞ্চ ব্রেক। দক্ষিণ আফ্রিকা আপাতত ৩ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন দলের দুই ওপেনার রায়ান রিকলটন এবং এইডেন মার্করাম। এছাড়া আউটের তালিকায় নাম লিখিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা। ভারতীয় বোলারদের মধ্যে জোড়া উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরাহ। এছাড়া একটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। IND vs SA Live Cricket Score, 1st Test: প্রথম দিনের লাঞ্চ ব্রেক, কত রান করল দক্ষিণ আফ্রিকা? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পর টস ভাগ্য কিছুতেই খুলছে না শুভমানের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি সেই একই দূর্ভাগ্যের শিকার হলেন। টস হারার পর বিষয়টা নিয়ে তিনি নিজেই খানিক মজা করলেন। ঘোষণা করলেন, এবার সোজা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই টস জিতবেন তিনি। অর্থাৎ, টিম ইন্ডিয়া যে WTC ফাইনালের যোগ্যতা অর্জন করবে, সেই ব্যাপারে গিল একেবারে নিশ্চিত। IND vs SA 1st Test, Sai Sudharsan Dropped: বঞ্চনার শিকার আরও এক তারকা ক্রিকেটার? রানের পাহাড় গড়েও মিলল না সুযোগ! টস হারতেই বড় মন্তব্য শুভমানের দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। আরও একবার টস হেরে যান শুভমান গিল। এই ব্যাপারে তিনি প্রতিক্রিয়াও দেন। মজার ছলে শুভমান বললেন, তিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবেন। সেই ম্য়াচে অবশ্যই টস জিতবেন। তিনি বললেন, 'আশা করছি যে আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অন্তত টস জিততে পারব।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, WTC পয়েন্ট টেবিলে ভারতীয় ক্রিকেট দল আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। চলতি সিরিজের ২ ম্য়াচই যদি টিম ইন্ডিয়া জিতে যায়, সেক্ষেত্রে তারা দ্বিতীয় স্থানে উঠে আসবে। Mohammed Shami Dropped: রাজনীতি না ব্যক্তিগত আক্রোশ? শামি বঞ্চনার 'গোপন কথা' ফাঁস করলেন শুভমান ভারতের প্রথম একাদশে বড়সড় পরিবর্তন ইডেন গার্ডেন্সের উইকেটে প্রথম দিন থেকেই ফাটল দেখতে পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে স্পিনাররা যথেষ্ট সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল ৪ স্পিনার নিয়ে খেলতে নেমেছেন। অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে মোট ৬ বোলার সুযোগ পেয়েছেন। চার স্পিনার ছাড়াও দলে রয়েছেন মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ। পাশাপাশি টিম ইন্ডিয়ার প্রথম একাদশে প্রত্যাবর্তন ঘটেছে ধ্রুব জুরেল এবং ঋষভ পন্থের।
ফলাফলের নিরিখে এক্সিট পোলের পরিসংখ্যানকে ছাপিয়ে যাচ্ছে এনডিএ জোট। নীতীশ কুমারের জেডিইউ ও বিজেপি জোটের কাছে কুপোকাত লালুপুত্র তেজস্বী যাবদের মহাজোট। সকাল থেকে নির্বাচনী ট্রেন্ড যত এগিয়েছে ততই পিছিয়ে পড়েছে তেজস্বী যাদব। ম্যাজিক ফিগারের থেকে বেশ কয়েকটি আসনে এগিয়ে গিয়েছে এনডিএ। একক সংখ্যাগরিষ্ট দল হিসাবে কখনও নীতীশ কখনও বিজেপি এগিয়ে থাকছে। এদিকে মহাজোটে একক ভাবে এগিয়ে জেজস্বীর জনতা দল ইউনাইটেড। বিহারে এগিয়ে থাকতে থাকতেই বাংলার দিকে নজর পড়েছে বিজেপি নেতৃত্বের। স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার লক্ষ্য বাংলা। আরও পড়ুন- উড়িয়ে দেওয়া হল দিল্লি বিস্ফোরণ কান্ডে মাস্টারমাইণ্ডের বাড়ি, বিরাট পদক্ষেপ মোদী সরকারের এসআইআর হওয়ার পর প্রথম ভোট হল বিহারে। এবারও ফের নীতীশ-বিজেপি জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। ক্ষমতায় আসা ফের সময়ের অপেক্ষা। এনডিএ ঝড়ের কাছে মহাজোট বেশ খানিকটা পিছিয়ে গিয়েছে। সামনে ২০২৬ -এ বাংলায় বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে বাংলায় চলছে এসআইআর। মৃত ভোটার ও ভূয়ো ভোটার বাদ দিলে বাংলায় মমতা সরকার থাকবে না বলে দাবি বিজেপির। বিহারের পর বাংলা দখলের আশা করছে বিজেপি। বিহারের ভোটের ফর বাংলায় প্রভাব পড়বে বলে মনে করছে পদ্মশিবির। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য় বিহারের ফলের প্রভাব কোনওভাবেই বাংলায় পড়বে না। গত নির্বাচনের পরও বাংলায় তৃণমূল হইহই করে জয় পেয়েছিল। এবার সেই দৃশ্য দেখা যাবে। আরও পড়ুন- বিহার ভোটের ফল: জোর টক্কর পোড়খাওয়া নিতীশ বনাম তরুণ তেজস্বীর! বিহারের নির্বাচন নিয়ে এক্সিট পোলে সব সংস্থাই এনডিএ জোটকে এগিয়ে রেখেছিল। গণনার শুরু থেকে সেই ভবিষ্যৎবানী বাস্তবে পরিনত হতে শুরু করে। বিজেপির বক্তব্য, আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে ডায়মন্ডহারবার সর্বত্র পিছিয়ে পড়বে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, বিহারে শান্তি ও উন্নয়মনের জয় হচ্ছে। নরেন্দ্র মোদী ও নীতীশের ওপর ভরসা রেখেছে বিহার বাসী। অন্ধকারে কে থাকতে চায়? এরপর লক্ষ্য বাংলা। বাংলায় রোহিঙ্গা ও বাংলাদেশী অনুপ্রবেশকারীরা অরাজকতা করে তৃণমূল ক্ষমতায় রয়েছে। আরও পড়ুন- ৬ সিপিএম কর্মী খুনে ৪৫ জনের যাবজ্জীবন, আদালতের নজিরবিহীন নির্দেশ জোর চর্চায়! তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বাংলার রাজনীতি সম্পূর্ণ আলাদা। এখানে বিহারের ফলের কোনও প্রভাব পরবে না। বিজেপি এখানে বাঙালির শত্রু। বাংলার সংস্কৃতিই বোঝে না বিজেপি। পাশাপাশি জাতপাতের অঙ্ক বা ধর্মের রাজনীতি এখানে কোনও জায়গা পাবে না। দাবি ঘাসফুল শিবিরের। আরও পড়ুন- 'টাইগার অভি জিন্দা হ্যায়', এনডিএ-র বিশাল জয়ের ইঙ্গিতেই চওড়া হাসি নীতীশের
SIR-এর ফর্মে কী ধরনের ছবি দিতে হবে, জানেন? ভুল হলেই সমস্যা!
Special Intensive Revision: অনেকেই এটা নিয়ে বেশ চিন্তিত যে এসআইআরের ফর্মে কী ধরনের ছবি তাঁরা লাগাবেন। এই নিয়ে কোনও স্পষ্ট নির্দেশিকা যদিও নেই। তাও বিভিন্ন সূত্র থেকে জানা যায় কোন ধরনের ছবি লাগাতে হবে। এ ছাড়াও এই নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক।
এখনও মেলেনি সংযুক্তির অনুমতি! নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে কবে ছুটবে মেট্রো?
আগামী সপ্তাহে ছাড়পত্র মিলতে পারে বলে আশা মেট্রোর।
Dharmendra Health Update: ১০ নভেম্বর সোমবার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তির পরই ঘটেছে একের পর এক অপ্রীতিকর ঘটনা। কখনও জীবিত অবস্থাতেও মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে, হেমা-এষার গাড়ির কাচে পাপারাজ্জিরা ধাক্কা মেরেছেন। কঠিম সময়ে এইরকম ঘটনায় খুবই বিব্রত পরিবারের সদস্যরা। প্যাপেদের উপর মেজাজ হারিয়েছেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্রিচ ক্যান্ডি হাসপাতালের অন্দরের ভিডিও। যেখানে ধর্মেন্দ্রকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন প্রথম স্ত্রী প্রকাশ কৌর। পা জড়িয়ে কাঁদছেন ববি দেওল আর কান্না ভেজা চোখে মাকে সামলাচ্ছেন সানি। আরও পড়ুন 'ধর্মেন্দ্রর মতো আইকনকে নিয়ে দয়া করে...', মৃত্যুর গুজব রটতেই কী পদক্ষেপ IFTDA-এর? আইসিইউ-র ভিতরে শয্যাশায়ী ধর্মেন্দ্র আর পরিবারের সদস্যদের কান্নার আওয়াজ ভাইরাল হওয়া ভিডিওতে একেবারে স্পষ্ট। যা দেখে চোখের জল বাধ সাধেনি সাধারণ মানুষের। অন্যদিকে পরিবারের গোপনীয়তা ভঙ্গের জন্য ক্ষোভ উগরে দিয়েছেন আমজনতা থেকে সেলিব্রিটির একাংশ। হাসপাতালের যে কর্মী এই ঘটনা ঘটিয়েছেন তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বিটাউনের সেলেবরা। নিউজ ১৮-এর খবর অনুযায়ী ঘটনার তদন্ত চলছে। কঠিন সময়ে দেওল পরিবারের সঙ্গে এহেন আচরণে ফুঁসে উঠেছেন বিগ বি। ব্লগে ক্ষোভ উগরে দিয়ে অমিতাভ লেখেন, 'কোনও নৈতিকতা, দায়িত্ববোধ নেই। শুধু ব্যক্তিগত লাভের জন্য সন্দিহান। মুহূর্তটি কতটা কঠিন তার কোনও অনুভূতি বা বিবেচনা করার ক্ষমতা নেই। অত্যন্ত বিরক্তিকর এবং ঘৃণ্য।' T 5564 - no ethics .. कोई भी अचार-नीति नहीं — Amitabh Bachchan (@SrBachchan) November 14, 2025 প্রসঙ্গত, জয়া বচ্চনও সম্প্রতি পাপারাজ্জিদের আচরণে অত্যন্ত অসন্তুষ্ট হন। একটি অনুষ্ঠানে গিয়ে বিরক্ত হন। শ্বেতা বচ্চনকে নিয়ে অনুষ্ঠানে পৌঁছালে ফটোগ্রাফাররা হুড়োহুড়ি করে তাঁকে ঘিরে ধরেন। এই বিশৃঙ্খল পরিবেশে জয়া থেমে গিয়ে ডানদিকে কড়া দৃষ্টিতে তাকান। সঙ্গে সঙ্গে শ্বেতা মায়ের হাত ধরে তাঁকে এগিয়ে নিয়ে যান। এ সময় জয়া পাপারাজ্জিদের ধমক দিয়ে বলেন, 'তোমরা ছবি তোলো কিন্তু দুর্ব্যবহার করো না। চুপ থাকো, মুখ বন্ধ রাখো, ছবি তোলো। বাড়তি মন্তব্য করার দরকার নেই।' আরও পড়ুন 'সন্তানরা রাত জেগেছে আর আমার জন্য প্রচণ্ড...', বীরু বাড়ি ফিরতেই ধর্মেন্দ্রর হেলথ আপডেট দিলেন হেমা এই দৃশ্য অনেককেই মনে করিয়ে দিয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া জয়ার আরও একটি ভিডিও। যেখানে তিনি শ্বেতাকে নিয়ে একটি প্রার্থনাসভা থেকে বের হচ্ছিলেন আর সেই সময় ভক্ত ও ফটোগ্রাফারদের ভিড় গাড়ির পথ আটকায়। শ্বেতা এগিয়ে গেলেও জয়া ভিড়ের দিকে তাকিয়ে বলেন, 'চলুন, আপনারাও সঙ্গে আসুন'। জয়ার এই কথা আবার অনেকেই সইফ আলি খানের এক মন্তব্যের সঙ্গে তুলনা করেছেন। ছোটে নবাব একবার প্যাপেদের বলেছিলেন, 'এক কাজ করুন, আমাদের বেডরুমেই চলে আসুন।' আরও পড়ুন ধর্মেন্দ্রর অবস্থা সংকটজনক, চর্চার মাঝে হাসপাতালে হেমা, অভিনেতার স্বাস্থ্য নিয়ে কী বললেন ড্রিম গার্ল?
জঙ্গলরাজের আতঙ্ক কাটাতে ব্যর্থ তেজস্বী, বিহারে মুখ থুবড়ে পড়ল কংগ্রেস-আরজেডির মহাজোট
কোন কোন ফ্যাক্টর কাজ করল মহাজোটের বিরুদ্ধে।
Enumeration forms: ৯৪ শতাংশের বেশি এনুমারেশন ফর্ম বিলি, বাংলায় আসছে কমিশনের টিম
Enumeration forms distribution: গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন(SIR) প্রক্রিয়া শুরুর ঘোষণা করে কমিশন। ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়। সেইসময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন, কমিশন এসআইআর ঘোষণার পর বাংলায় ভোটার তালিকা ফ্রিজ করা হয়। আর সেই তালিকা হিসেবে এখন রাজ্যে ভোটার রয়েছেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন।
ইডেন টেস্টের শুরুতেই দাপট বুমরাহ-কুলদীপের, তিন উইকেট খোয়াল দক্ষিণ আফ্রিকা
হাড্ডাহাড্ডি দ্বৈরথে আপাতত অ্যাডভান্টেজ ভারত।
‘মুখরক্ষা’হয়েছে শ্রীলঙ্কার বদান্যতায়, করজোড়ে ক্রিকেটারদের ধন্যবাদ নকভির, ভিডিও ভাইরাল
'জঙ্গি' হামলার মধ্যেও পাকিস্তানে খেলছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।
Bihar Election 2025 Results: বিহারের পর বাংলা জয়! ‘ভোটের অঙ্কে’ আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী
Bihar Election Results: বিহারে এবার হাইভোল্টেজ ভোট। ওয়াকিবহাল মহল বলছে, এই অঙ্কের উপরেই দাঁড়িয়ে থাকবে দিল্লির সমীকরণ। বিশেষ করে জেডিইউ ও বিজেপির রসায়ন। তবে নজরে কি শুধু তাঁরাই? একদমই নয়। নজরে রয়েছে আরও একজন। প্রশান্ত কিশোর। ভোটকুশলী থেকে ভোটের কারবারি হয়েছেন তিনি।
Bihar Election Results |ক্রমশ ব্যবধান বাড়াচ্ছে এনডিএ! বড় জয়ের পথে গেরুয়া শিবির
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election 2025) গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে। প্রথমে পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হয়। সেখানে এগিয়ে এনডিএ (NDA) জোট। তারপর ভোটিং মেশিন খোলার পর গণনা শুরু হলে প্রথম থেকেই এগিয়ে থাকে এনডিএ। তবে শুরুতে বিরোধী জোট কিছুটা টক্কর দিলেও ক্রমশই পিছিয়ে পড়েছে তারা। তাই ফলাফলের ট্রেন্ড […] The post Bihar Election Results | ক্রমশ ব্যবধান বাড়াচ্ছে এনডিএ! বড় জয়ের পথে গেরুয়া শিবির appeared first on Uttarbanga Sambad .
Entertainment Latest Live News Updates: গোবিন্দা-কে নিয়ে বড় তথ্য ফাঁস স্ত্রী সুনিতার
Entertainment Latest Live News Updates: Govinda Wife Sunita Ahuja: ধর্মেন্দ্র ও প্রেম চোপড়ার সাম্প্রতিক শারীরিক অসুস্থতার মধ্যেই, অভিনেতা গোবিন্দার হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার খবরে, বলিউড জুড়ে উদ্বেগ ছড়ায়। অভিনেতার ম্যানেজার ও আইনজীবী জানান, গোবিন্দা হঠাৎ অসুস্থ বোধ করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে সিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়- যে হাসপাতালে গত বছর দুর্ঘটনাক্রমে পায়ে গুলিবিদ্ধ হওয়ার পরও তাকে ভর্তি করা হয়েছিল। সৌভাগ্যক্রমে দ্রুত চিকিৎসার ফলে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং অল্প সময়ের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পান। তিনি মিডিয়ার সঙ্গে কথা বলে ভক্তদের নিশ্চিত করেন যে তিনি এখন সম্পূর্ণ সুস্থ।
Celeb Death Rumor: তারকাদের মৃত্যু-গুজব: ধর্মেন্দ্র থেকে জ্যাকি চ্যান—কীভাবে ছড়ায় মিথ্যা খবর?
Celeb Death Rumor: তারকাদের মৃত্যু সবসময়-ই দর্শকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। খেয়াল করলে দেখা যাবে, শেষ কিছুদিন ধরে ধর্মেন্দ্রকে নিয়ে যে ধরণের শোরগোল হয়েছে, বিশেষ করে তাঁর মৃত্যুর খবর রটেছে তাতে গতকাল বেজায় রেগে গিয়েছিলেন অভিনেতার বড়ছেলে সানি। তিনি যা নয় তাই বলেন মিডিয়াকে। কিন্তু ধর্মেন্দ্র প্রথম না। এর আগেও বহু তারকা, নিজেই নিজের মৃত্যুর খবর কানে শুনেছেন। এই বছরের মাঝের দিকে যাকে নিয়ে বা যার মৃত্যু নিয়ে এত শোরগোল হয়, তিনি হলেন, আশা ভোঁসলে! কিংবদন্তিকে নিয়ে যে ধরণের আলোচনা শোনা গিয়েছিল, তাতে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। আশা ভারতীয় সঙ্গীতের সেই নাম, যার দ্বিতীয় খুঁজে পাওয়া জুরি মেলা ভার। তাঁর মৃত্যুর খবর সমাজ মাধমে তোলপাড় ফেলে দেয়। পরিবারের তরফে জানানো হয়, তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। Govinda Wife Sunita Ahuja: গোবিন্দার হাসপাতালে ভর্তি হওয়ার আসল কারণ কী? বড় সত্যি ফাঁস করলেন তাঁর স্ত্রী... আরেকজন যাকে নিয়ে মৃত্যুর খবর রটে তিনি হলেন দক্ষিণের অভিনেত্রী কাজল আগরওয়াল। এই অভিনেত্রী বেজায় জনপ্রিয় বলিউড এবং দক্ষিণে। এমন রটে যে তিনি নাকি পথ দুর্ঘটনায় পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এমন খবরে তোলপাড় পড়ে যায়। অভিনেত্রী জানান যে তিনি সুস্থ আছেন। এছাড়াও, আরেক অভিনেতার মৃত্যুর খবর রটে যায় ঝড়ের গতিতে। তিনি সকলের প্রিয় মিস্টার বিন। রওান অ্যাটকিনসনকে নিয়ে বহুবার গুজব ছড়িয়েছে। অভিনেতাকে অনেকবার পাঠানো হয়েছে না ফেরার দেশে। যদিও তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন। Delhi Crime Season 3 Review: বদি দিদি বনাম বর্তিকা চতুর্বেদী, কেমন হল দিল্লি ক্রাইম ৩? পড়ুন রিভিউ এদিকে দিন তিনেক আগে আরেক অভিনেতাকে নিয়েও ছড়িয়েছিল নানা গুজব। অভিনেতা জ্যাকি চ্যান! তিনি শুটিং ফ্লোরে জটিল আঘাতের কারণে প্রয়াত- এমন খবর ছড়িয়ে পড়েছে। যদিও, পরে জানানো হয়, তিনি একেবারেই ভাল আছেন। অন্যদিকে, বাংলা ছবিতে বেশ কিছু অভিনেতা আছেন, যাদের মৃত্যুর খবর ছড়ায় ভয়ঙ্কর ভাবে। সেই তালিকায় রয়েছে অভিনেতা হরনাথ চক্রবর্তী থেকে সুজন নীল মুখোপাধ্যায়ের নাম।
নভেম্বরের শহরেই শীতের দাপট! তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে, জবুথবু জেলা
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?
Nitish Kumar: ‘টাইগার আবি জিন্দা হ্যায়’, ভোটের ফল প্রকাশের আগেই নিজেকে প্রমাণ করলেন নীতীশ
Bihar Assembly Election 2025: পোড় খাওয়া রাজনীতিবিদ নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে বিগত ২০ বছর ধরে তিনি রয়েছেন। অনেকেই এবারের নির্বাচনের আগে বলতে শুরু করেছিলেন যে এটাই হয়তো নীতীশের শেষ নির্বাচন। তাঁর স্বাস্থ্য ঘিরে নানা শঙ্কা তৈরি হয়েছিল। তবে ৭৪ বছরে এসেও নীতীশ কুমার বুঝিয়ে দিলেন, টাইগার আবি জিন্দা হ্যায়।
লণ্ঠনের ‘আলো’প্রত্যাখ্যান করে বিহার বোঝালো, অস্তাচলে নয়, নীতীশ মধ্যগগনেই
কোন কোন ফ্যাক্টর কাজ করল নীতীশের পক্ষে।
নেটপাড়ায় জুড়ে ভিডিও নিয়ে রীতিমতো শুরু হয়েছে চর্চা।
Saltlake: আওয়াজ শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা, তারপর যা দেখলেন…
Saltlake death: ঠিক কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন, তা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে এলাকায়। চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। আজ (শুক্রবার) মৃতদেহের ময়নাতদন্ত হবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পাঁচু মণ্ডলের মৃত্যুর কারণ জানা যাবে।
আচমকা ধেয়ে এল ট্রাক, দুধের শিশুকে বাঁচাতে প্রাণ দিল মা! কৈখালিতে হাড়হিম দুর্ঘটনা
ট্রাকের চালককে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।
India-South Africa Test |ফের ইডেনে টসে হারল ভারত! প্রথম টেষ্টে চারজন স্পিনার খেলাচ্ছে ভারতীয় শিবির
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেষ্ট ম্যাচ (India-South Africa Test) শুরু হচ্ছে। প্রথম ম্যাচ হচ্ছে কলকাতায়। এদিন টসে ফের হারল ভারত। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। এদিকে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) পিচ নিয়ে আগেই অসন্তোষ জানিয়েছিলেন গৌতম গম্ভীর। তাঁর আশা ছিল প্রথম দিন থেকেই […] The post India-South Africa Test | ফের ইডেনে টসে হারল ভারত! প্রথম টেষ্টে চারজন স্পিনার খেলাচ্ছে ভারতীয় শিবির appeared first on Uttarbanga Sambad .
৬০ ভক্তের বাবা একজনই! ২০০২ সালের ভোটার তালিকা ঘিরে শঙ্কা মায়াপুর ইসকনে
ইসকনের ভক্তরা এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ।
পরপর তিনবার ভিনদেশে আইপিএল নিলাম, জানা গেল দিনক্ষণও
গত দুই সংস্করণের নিলাম হয়েছে যথাক্রমে দুবাই এবং জেড্ডায়।
Sai Sudharsan: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে প্রথম টেস্ট ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকা টস জিতেছে এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচে যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেছিলেন টিম ইন্ডিয়ার তরুণ ব্য়াটার সাই সুদর্শন। দুটো ইনিংস মিলিয়ে তিনি মোট ১২৬ রান করেন। মনে করা হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে হয়ত তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু, শেষপর্যন্ত তাঁকে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দেওয়া হল। এই পরিস্থিতিতে অনেকেই বলতে শুরু করেছেন, ভাল পারফরম্য়ান্স করেও সুদর্শনকে শেষপর্যন্ত বঞ্চনার শিকার হতে হল। টিম ইন্ডিয়ার প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। (বিস্তারিত আসছে...)
আগেই উমরের পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ।
Kolkata News Live Updates: এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই পথে নামছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই অভিষেকের নজরও উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে তিনি SIR ক্যাম্প পরিদর্শন করবেন এবং একাধিক জনসভায় বক্তব্য রাখবেন। ২৪ নভেম্বর কোচবিহারে অনুষ্ঠিত হবে অভিষেকের এক জনসভা। এদিকে, আজ বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে। আগামী পাঁচ বছর পাটনার কুর্সিতে কে থাকবেন? নিতীশ কুমার নাকি তরুণ তেজস্বী—জানার জন্য দেশজুড়ে নজর থাকবে বিহারে। আরও পড়ুন- Bihar Election 2025 Results LIVE Updates: চলছে ভোটগণনা, NDA না মহাগঠবন্ধন? আর কয়েক ঘণ্টাতেই স্পষ্ট হবে বিহারের রাজনৈতিক ভবিষ্যৎ! এছাড়াও, ছোট রাজনৈতিক দলগুলির ভোট ব্যাংক কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়েও কৌতূহল। প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ’ থেকে চিরাগ পাসওয়ানের LJP (RV) পর্যন্ত সবের ভোট প্রভাব বিশ্লেষণ হবে নির্বাচনের ফলাফলে। আরও পড়ুন- CPM worker murder case: ৬ সিপিএম কর্মী খুনে ৪৫ জনের যাবজ্জীবন, আদালতের নজিরবিহীন নির্দেশ জোর চর্চায়! অন্যদিকে, শীতের আমেজ রাজ্য শহর থেকে জেলায় পৌঁছেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। আরও পড়ুন- Biplab Deb: 'ত্রিপুরা মডেল' বাংলায়? 'পশ্চিমবঙ্গবাসী BJP-কেই বিকল্প মানছে', দাবি বিপ্লব দেবের তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গেও আগামী তিনদিন রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এবার পর্দায় হীরাবেন মোদির বায়োপিক! কোন অভিনেত্রীকে দেখা যাবে প্রধানমন্ত্রীর মায়ের চরিত্রে?
বড়পর্দায় আসছে হীরাবেন মোদির বায়োপিক।
Bihar Election Results |বিহারে প্রাথমিকভাবে এগিয়ে এনডিএ! কোথায় দাঁড়িয়ে বিরোধীরা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার বিহারে (Bihar) সকাল ৮টা থেকে চলছে ভোট গণনা। আজই নির্ধারণ হয়ে যাবে কার হাতে যাবে বিহার। ফের নীতিশ নাকি সমীক্ষাকে ভুল প্রমাণিত করে বিহারের কুর্সি দখল করবে বিরোধী মহাগঠবন্ধন। ২৪৩ আসনের বিহারের ক্ষমতা দখল করতে লাগবে ১২২টি আসন। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় এনডিএ (NDA) শিবিরকে এগিয়ে রাখা হয়েছিল। তবে গণনার […] The post Bihar Election Results | বিহারে প্রাথমিকভাবে এগিয়ে এনডিএ! কোথায় দাঁড়িয়ে বিরোধীরা appeared first on Uttarbanga Sambad .
৫ লক্ষ রসগোল্লা বনাম ৫০০ কেজি লাড্ডু, বিহারে ফলপ্রকাশের আগে মিষ্টি বিতরণে টানটান লড়াই
ভোটের ফল যাই হোক, 'মিষ্টি যুদ্ধে' হাড্ডাহাড্ডি লড়াই বিহারে।
ইডেনে টস হারল ভারত, ৪ স্পিনার নিয়ে নামছে টিম ইন্ডিয়া
কারা সুযোগ পেলেন ভারতের প্রথম একাদশে।
ছাব্বিশে বাংলায় রণকৌশল কী? বিহারের ফল দেখে ঠিক করবেন শুভেন্দু-সুকান্ত!
রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের বিশ্বাস, বিজেপি আসলে দেখে নিতে চাইছে বিহারে এসআইআরের ফল কী হচ্ছে।
স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মাথায় ফের বিয়ের পিঁড়িতে জন বার্লা, চেনেন পাত্রীকে?
১১ নভেম্বর আইনি বিয়ে সেরেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
Bihar |ভোটে কারচুপি হলে বিহার নেপালের মত হবে! আরজেডি নেতার হুমকিতে মামলা দায়ের পুলিশের
উত্তরবঙ্গসংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে (Bihar) প্রত্যাবর্তন হবে নাকি পালাবদল হবে আজই তার ফয়সালা হবে। কিন্তু তার আগে বিহারের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল। ওই রাজ্যের মূলত প্রধান বিরোধী দল আরজেডির (RJD) নেতা তথা বিহার বিধান পরিষদের সদস্য সুনীল সিংহ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে তিনি কার্যত হুমকির সুরে বললেন, ‘বিহারে ভোটগণনায় কারচুপি হলে বিহারও প্রতিবেশী […] The post Bihar | ভোটে কারচুপি হলে বিহার নেপালের মত হবে! আরজেডি নেতার হুমকিতে মামলা দায়ের পুলিশের appeared first on Uttarbanga Sambad .
Bihar Election 2025 Results Analysis: আজ শুক্রবার বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো রাজ্যের পাঁচটি ভৌগোলিক অঞ্চলে দলগুলোর পারফরম্যান্স—তীরহাট, মিথিলাঞ্চল ও কোসি, সারান, সীমাঞ্চল এবং শাহাবাদ। তীরহাট মুজফ্ফরপুর, শেওহর, সীতামারি, বৈশালি, পূর্ব চাম্পারণ ও পশ্চিম চাম্পারণ নিয়ে গঠিত এই অঞ্চলটি ৪৯টি আসনের মাধ্যমে সর্ববৃহৎ। দুই চাম্পারণ জেলা ঐতিহ্যগতভাবে এনডিএর ঘাঁটি, তবে সীতামারি ও মুজফ্ফরপুরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। আরও পড়ুন- Bihar Election 2025 Results LIVE Updates: চলছে ভোটগণনা, NDA না মহাগঠবন্ধন? আর কয়েক ঘণ্টাতেই স্পষ্ট হবে বিহারের রাজনৈতিক ভবিষ্যৎ! নেপালের সীমার কাছে ডাকাতির সমস্যা কমে আসার পর এবং নিতীশ কুমারের সরকারের পুলিশি কার্যক্রম শক্তিশালী হওয়ার কারণে চাম্পারণ এলাকা এনডিএর দিকে ঝুঁকেছে। এই অঞ্চলে উচ্চবর্ণ, OBC এবং EBC সম্প্রদায় যেমন ধানুক ও মাল্লাহদের সমন্বয় রয়েছে। আরও পড়ুন- Bihar Election 2025 Results: বিহার ভোটের ফল: জোর টক্কর পোড়খাওয়া নিতীশ বনাম তরুণ তেজস্বীর! মিথিলাঞ্চল ও কোসি দরভঙ্গা, মধুবনি, সমस्तीপুর, সূপাল, সাহারসা ও মাধেপুরার ৪০টি আসন নিয়ে গঠিত এই অঞ্চলে মুসলিম এবং যাদবদের ভালো সংখ্যাগরিষ্ঠি রয়েছে, যারা মূলত আরজেডির সমর্থক।মুকেশ সাহানির ভিকাশশীল ইনসান পার্টি এবার এই অঞ্চলে নিশাদ ভোট টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।দ্বারভাঙা ও মধুবনিতে উচ্চবর্ণ ব্রাহ্মণ এবং মুসলিম ভোটারও রয়েছে, যা কিছু আসনে ধর্মীয় ধ্রুবীকরণের সম্ভাবনা সৃষ্টি করতে পারে, যা বিজেপির পক্ষে সুবিধাজনক হতে পারে। আরও পড়ুন- Bihar Election 2025 Results:আজ বিহার ভোটের ফলপ্রকাশ, মহাগঠবন্ধন বনাম NDA! নজরে এই ৫ গুরুত্বপূর্ণ দিক সারান সারান, গোপালগঞ্জ এবং সিবানের ২৪টি আসন নিয়ে গঠিত। সামাজিক সংমিশ্রণের কারণে এনডিএ ও মহাগঠবন্ধনের মধ্যে ঘনিষ্ঠ লড়াই দেখা যায়, যেখানে এনডিএ সামান্য সুবিধা রাখে।সিওয়ান এবং ছাপড়া দুইটি আসন বিশেষ নজর কেড়েছে। সিবানে বিহার মন্ত্রী মঙ্গল পান্ডে আরজেডির অবধ বিহারি চৌধুরী এর সঙ্গে লড়াই করছেন। ছাপড়া আসনে আরজেডির খেসারি লাল যাদব বিজেপির কম পরিচিত প্রার্থী ছোটী কুমারী এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সীমাঞ্চল পূর্ণিয়া, কাতিহার, আরারিয়া এবং কিশানগঞ্জের ২০টি আসন নিয়ে গঠিত। ২০২০ সালে এই অঞ্চলের ৫টি আসন AIMIM জিতেছিল। আসাদউদ্দিন ওয়াইসি নেতৃত্বাধীন পার্টি এবারও প্রতিদ্বন্দ্বিতা করছে, যা মহাগঠবন্ধনের জন্য চ্যালেঞ্জ হতে পারে।এছাড়াও জন সুরাজের প্রার্থী সরফরাজ আলম জোকিহাটে চার-পার্টি লড়াইয়ে রয়েছে। আরও পড়ুন- CPM worker murder case: ৬ সিপিএম কর্মী খুনে ৪৫ জনের যাবজ্জীবন, আদালতের নজিরবিহীন নির্দেশ জোর চর্চায়! শাহাবাদ ভোজপুর, রোহতাস, কাইমুর ও বক্সারের ২২টি আসন নিয়ে গঠিত। ২০২০ সালে শাহাবাদ মহাগঠবন্ধনের শক্তিশালী ফলাফলের প্রধান কারণ ছিল। তবে এবার LJP (RV) এবং Rashtriya Lok Morcha এনডিএর অংশ হওয়ায় ভোট বিভাজনের সুযোগ নেই।এছাড়াও BSP কিছু আসনে প্রভাব ফেলতে পারে। এই পাঁচটি অঞ্চলের ভোটের ফলাফলই শুক্রবারের গণনায় নেতৃত্বের চিত্র নির্ধারণে মূল ভূমিকা রাখবে, যেখানে জাতিগত ও ধর্মীয় সংমিশ্রণ, জোটের সমর্থন এবং স্থানীয় প্রার্থী গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।
Chanchal Chowdhury: চঞ্চল চৌধুরী, দুই বাংলার দর্শককে বিনোদনের রসদ জোগান। তাঁর সাবলীল অভিনয় বারবার মুগ্ধ করে সিনেপ্রেমীদের। কিন্তু, এই মুহূর্তে নিজের পছন্দের জিনিসের মালিকানা হারানোর ভয়ে রয়েছেন দুই বাংলার অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে মনের কথা উজার করে দিয়েছেন চঞ্চল চৌধুরী। কীসের মালিকানা খোয়ানোর ভয় অভিনেতার? একটি ব্লেজারকে কেন্দ্র করে ঘটেছে পুরো ঘটনাটা। গত শীতেও যে ব্লেজারের মালিকানা তাঁর হাতে ছিল সেটাই এখন অন্য কারও সম্পত্তি। আবেগপ্রবণ হয়ে লিখেছেন, 'যতদূর মনে পড়ে গত শীতেও এই ব্লেজার খানার মালিকানা আমার হাতেই ছিল'। আবার হেঁয়ালি করে সকলের উদ্দেশে প্রশ্ন করেছেন, 'ভাবছেন আমি নিজের টাকায় এটা বানিয়েছিলাম?' এরপর সত্যিটা প্রকাশ করে বলেছেন, বেশ কয়েক বছর আগে তাঁর তুতো ভাই প্রবীর নিজের শরীর থেকে খুলে পরিয়ে দিয়ে বলেছিলেন, 'দাদা তোকে খুব সুন্দর মানিয়েছে। এটা তুই নিয়ে যা।' মুখে না বললেও মনে মনে খুশী হয়েই জিনিসটা গ্রহন করেছিলেন। এইরকম ব্লেজারের আরও বেশ কিছু কালেকশন রয়েছে চঞ্চলের। তবে কোনওটাই নিজের টাকায় কেনা নয়, প্রতিটি উপহার। View this post on Instagram A post shared by Chanchal Chowdhury (@chanchal_chowdhury) এরপরই উৎকণ্ঠার কথা বলেছেন চঞ্চল চৌধুরী। আতঙ্কের সঙ্গে লিখেছেন, 'এবার শীতে আমার এসব প্রিয় এবং পছন্দের দামী জিনিসগুলোর মালিকানা বোধহয় আর আমার থাকবে না। ছেলেটা বড় হতে হতে আমার সমস্ত পোশাকই এখন তার শরীরে খাপে খাপ সেট হয়ে যাচ্ছে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম।' এর মধ্যেও রয়েছে প্রশান্তি। চঞ্চলের অনুভূতি, 'একটা সময় বাবা মায়ের সমস্ত কিছুই সন্তানের দখলে চলে যায়। এ আনন্দ যেন বাবা মায়ের জন্য অকল্পনীয় শান্তি।' আরও পড়ুন 'ভালবাসা এখন গুরুত্বহীন হয়ে গিয়েছে...', বিয়ের 'রিনিউয়াল' অপশন মন্তব্য কাজলকে পালটা অজয়ের সন্তানের সঙ্গে জড়িয়ে বাবা-মায়ের সুখের কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, 'শুধুই কি সন্তানের হাতে বাবা মায়ের বৈষয়িক অর্জন গুলো হাত বদল হলেই বাবা মা খুশী হন নাকি সন্তানের প্রতি আরেকটু বেশী কিছু প্রত্যাশা করে স্বপ্ন দেখে? সবাই চায় বাবা মায়ের আদর্শ, যোগ্যতা বা সকল ভাল অর্জন গুলোও যেন সন্তান ভিতরে ধারণ করে ও আগলে রাখে পরবর্তী প্রজন্মের জন্য।' আরও পড়ুন নিয়মমাফিক ডিভোর্স না হওয়ার দাবি রিয়ার! গ্রেফতারি পরোয়ানা জারির মাঝেই চতুর্থ বিয়ে নিয়ে মুখ খুললেন হিরো আলম বিলাসিতা নয়, বাপ-বেটার পোশাক ভাগ করে পরাতেই স্বর্গসুখ বলে মনে করেন চঞ্চল চৌধুরী। সেই বিষয়টিকে সামনে রেখে অভিনেতার সংযোজন, 'আমার ছেলে শুদ্ধ’র কাছে অনুরোধ অতি বিলাসিতা আমার কখনই পছন্দ নয়। তাই আমার সমস্ত পোশাক বাপ বেটা দুজনই ভাগাভাগি করেই পরি চল। আমার প্রতিটি পোশাকে আমার শরীরের যে পরিশ্রম আর সাধনার ঘাম গন্ধ লেগে আছে সেটাকে কখনো অবজ্ঞা করিস না বাপ। অনেক বড় মানুষ হও।' আরও পড়ুন 'না ফেরার দেশে ভাল থেকো...', মাতৃবিয়োগের বছর ঘুরতেই কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ কৌশাম্বী
Tejashwi Yadav: ‘যদি ২০২০-র মতো হয়, তাহলে জনগণই বুঝে নেবে…’, ফল প্রকাশের আগেই হুঙ্কার তেজস্বীর
Bihar Assembly Election 2025: বিহারে চলতি বছরের এসআইআরের পর এই প্রথম নির্বাচন। এসআইআরে বিহারের প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ বিরোধী দলগুলি। কংগ্রেস তো ক্রমাগত নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনছে।
বিহারের বিধান LIVE UPDATE: নীতীশ না তেজস্বী, পাটলিপুত্রের রাশ কার হাতে? শুরু ভোটগণনা
বুথ ফেরত সমীক্ষাকে সঠিক প্রমাণ করবেন বিহারবাসী?
Night foot care: প্রতিদিন ঘুমানোর আগে এই তেল লাগান, পা হবে তুলোর মতো নরম!
Night foot care: আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল পা। প্রতিদিন সারাদিন হাঁটা, দাঁড়ানো বা চলাফেরার কারণে পা সবচেয়ে বেশি চাপ সহ্য করে। অথচ আমরা প্রায়ই শরীরের অন্য অংশের মতো পায়ের যত্ন নিই না। ব্যয়বহুল ক্রিম বা ফুট মাস্ক কেনার দরকার নেই—আপনার রান্নাঘরে থাকা খাঁটি নারকেল তেল-ই হতে পারে আপনার পায়ের শ্রেষ্ঠ যত্ন। নারকেল তেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে পুষ্টি জোগায় ও শুষ্কতা দূর করে। প্রতিদিন ঘুমানোর আগে পায়ে হালকা গরম নারকেল তেল লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং ক্লান্তি কমে যায়। ফলে ঘুমও গভীর এবং আরামদায়ক হয়। পা নরম ও মসৃণ রাখার ঘরোয়া উপায় ১) নারকেল তেলের ব্যবহার পা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। তারপর সামান্য নারকেল তেল লাগিয়ে হালকা করে ম্যাসাজ করুন। চাইলে মোজা পরেও ঘুমাতে পারেন। সকালে উঠে ঠান্ডা জল দিয়ে পা ধুয়ে নিন। এতে ত্বক মোলায়েম ও আর্দ্র থাকবে। আরও পড়ুন- চায়ের গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলুন ভেষজ হেয়ার ডাই, চুল করুন কুচকুচে কালো! ২) পায়ে মাখার তেল বানান বাড়িতেই এক চামচ নারকেল তেল ও এক চামচ কফি পাউডার মিশিয়ে পায়ের তলায় লাগান। ১০ মিনিট আলতো করে ঘষুন। এটি মৃত কোষ দূর করে পায়ের ত্বককে মসৃণ করে তুলবে। আরও পড়ুন- দামি ক্রিম নয়, খুশকি দূর করুন এই ৬ ঘরোয়া কায়দায়, পান চটজলদি সমাধান ৩) অ্যালোভেরা জেল ঘৃতকুমারী বা অ্যালোভেরা জেল পায়ের ফাটা সারাতে ও শুষ্কতা কমাতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে জেল লাগিয়ে মোজা পরুন। সকালে পা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। আরও পড়ুন- সকালে খালি পেটে পান করুন এই সাদা জল, হাড় হবে লোহার মত মজবুত, জানালেন বিশেষজ্ঞরা ৪) জলপাই তেলের ম্যাসাজ ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর জলপাই তেল পায়ের ত্বককে পুষ্টি দেয়। হালকা গরম জলপাই তেল দিয়ে প্রতিদিন রাতে পায়ে ম্যাসাজ করলে ফাটা পা মসৃণ হবে। আরও পড়ুন- টাইপ ১ নাকি টাইপ ২ ডায়াবেটিস, কোনটি বেশি ক্ষতিকারক? কীভাবে করবেন নিয়ন্ত্রণ? নারকেল তেল ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। পায়ের দুর্গন্ধ কমায়। হিল ক্র্যাক সারায়। ত্বকের কালচে ভাব দূর করে। সাবধানতা সবাইয়ের ত্বক একরকম নয়। যাদের ত্বকে অতিরিক্ত অয়েলি বা অ্যালার্জির প্রবণতা আছে, তারা ব্যবহার করার আগে এই তেল সামান্য পরিমাণে পরীক্ষা করে নিন। মনে রাখবেন, এটি শুধুমাত্র সাধারণ তথ্য। চিকিৎসা সংক্রান্ত কোনও পরামর্শ নয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে পায়ে নারকেল তেল লাগানো শুধু একটি সহজ অভ্যাসই নয়। এটি আপনার রাত্রিকালীন নিত্য ত্বকচর্চার (night skincare routine) স্বাভাবিক রূপ। এসব করলে কয়েকদিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার পা আগের চেয়ে অনেক নরম, মসৃণ আর উজ্জ্বল হয়ে উঠেছে।
Bihar Election : আজ বিহারে ভোট গণনা, নীতিশের প্রত্যাবর্তন, না পালাবদল? অপেক্ষায় দেশ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহার নির্বাচনের (Bihar Election) ভোট গণনা শুরু হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল আসতে শুরু করবে। পঞ্চম বারের জন্য মসনদে নীতিশ কুমারের প্রত্যাবর্তন ঘটবে নাকি পালাবদলে সায় দেবেন বিহারের ভোটাররা তা কয়েক ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হবে। ফলাফল প্রকাশের আগে একাধিক বুথ ফেরত সমীক্ষায় এনডিএ শিবিরকে বিরোধী মহাগঠবন্ধনের থেকে অনেকটা এগিয়ে রাখা […] The post Bihar Election : আজ বিহারে ভোট গণনা, নীতিশের প্রত্যাবর্তন, না পালাবদল? অপেক্ষায় দেশ appeared first on Uttarbanga Sambad .
Jhargram news 2025: সিপিএম কর্মী খুনে একসঙ্গে ৪৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড। ঝাড়গ্রামের আদালত বেলপাহাড়ির দিয়াশি গ্রামে ১৯৯৩ সালে ৬ সিপিএম কর্মীর হত্যাকাণ্ডের জন্য ৪৫ জনকে দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ঘটনাটি ঘটেছিল ৮ মে, ১৯৯৩। ছয়জন সিপিএম কর্মী—দিয়াশির ভক্তি মাহাতো, কার্তিক মাহাতো, বিদ্যুত মাহাতো এবং মধব মাহাতো, হিজলার মনোজ গড়াই, এবং শিল্ডার সমীর মুখার্জী—কে এথেলা বনাঞ্চলে নিয়ে হত্যা করা হয়। পুলিশি তদন্তে ১০৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। দোষী সাব্যস্ত হওয়া ৪৫ জনই সেই প্রাথমিক অভিযুক্তদের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিরা। এদেরই যাবজ্জীবন কারদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। আরও পড়ুন- Bihar Election 2025 Results LIVE Updates: NDA না মহাগঠবন্ধন? আর কয়েক ঘণ্টাতেই স্পষ্ট হবে বিহারের রাজনৈতিক ভবিষ্যৎ! এই মামলাটি দীর্ঘ ৩২ বছর ধরে বিচারাধীন ছিল। মামলার দীর্ঘ সময়, সাক্ষীর মৃত্যু এবং প্রমাণ সংগ্রহের জটিলতা এই ঘটনায় বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছিল। তবে বুধবার আদালতের রায়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। স্থানীয় রাজনৈতিক মহল এবং এলাকাবাসীও এই রায়কে একটি গুরুত্বপূর্ণ ন্যায়বিচারের উদাহরণ হিসেবে দেখছেন। তারা বলছেন, যদিও সময় লাগলেও দীর্ঘ দিনের দীর্ঘায়িত মামলার শেষে বিচার মিলেছে। আরও পড়ুন- Bihar Election 2025 Results: বিহার ভোটের ফল: জোর টক্কর পোড়খাওয়া নিতীশ বনাম তরুণ তেজস্বীর! ১৯৯৩ সালের ওই হত্যাকাণ্ড তখন ঝাড়গ্রামের রাজনৈতিক অস্থিরতার সঙ্গে যুক্ত ছিল এবং স্থানীয় রাজনৈতিক পরিবেশকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল।এবার আদালতের রায় এবং সাজা ঘোষণার পর এলাকার মানুষ ও নিহতদের পরিবার দীর্ঘদিনের অপেক্ষার পর অন্তত কিছুটা শান্তি পেতে চলেছেন। আরও পড়ুন- Bihar Election 2025 Results:আজ বিহার ভোটের ফলপ্রকাশ, মহাগঠবন্ধন বনাম NDA! নজরে এই ৫ গুরুত্বপূর্ণ দিক
Accident: হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে কৈখালির দিকে যাচ্ছিলেন হলদিরামের দিক থেকে। ইলেকট্রিক স্কুটারে করে তারা যাচ্ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে, চাকা স্কিড করে উল্টে যায় ইলেকট্রিক স্কুটারটি।
Bihar Election 2025 Results: বিহার ভোটের ফল: জোর টক্কর পোড়খাওয়া নিতীশ বনাম তরুণ তেজস্বীর!
Bihar Election 2025 Results: বিহারের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ আজ। এবারের মহাগঠবন্ধন সাতদলীয় জোট গঠন করেছে, যার মূল বার্তা ছিল চাকরি, পরিবর্তন এবং নতুন নেতৃত্ব। তবে মূল প্রশ্ন এখনও সেইটিই—মুখ্য দল আরজেডি কি তার মুসলিম-যাদব ভোটের বাইরে পৌঁছাতে পারবে? মহাগঠবন্ধনের স্ট্র্যাটেজি আরজেডি তার প্রভাব বাড়ানোর জন্য ভিকাশশীল ইনসান পার্টি (VIP) এবং নতুন ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি (IIP) কে জোটে অন্তর্ভুক্ত করেছে। VIP-এর নিশাদ ভিত্তি এবং IIP-এর তান্তি-পান সমর্থন আরজেডি’র লক্ষ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এনডিএ অনেক বড় “ছাতা” নিয়ে লড়াই করছে—বিজেপির উচ্চবর্ণ ভোট, নিতীশের EBC সমর্থন, রাষ্ট্রীয় লোক মোর্চার কুশাহারা ভোট, এবং LJP ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা (S)-এর দলিত ভোট। মহাগঠবন্ধনের আশা, তাদের গণিত সমান হবে এবং সংযুক্তভাবে শক্তি দেখাবে। আরও পড়ুন- Bihar Election 2025 Results LIVE Updates: NDA না মহাগঠবন্ধন? আর কয়েক ঘণ্টাতেই স্পষ্ট হবে বিহারের রাজনৈতিক ভবিষ্যৎ! তেজস্বী যাদবের প্রভাব তেজস্বী এখন মহাগঠবন্ধনের নিজস্ব নেতা হিসেবে প্রতিষ্ঠিত। কংগ্রেস প্রথমে মুখ খোলার ব্যাপারে দ্বিধা দেখালেও, জোট চালিয়ে যেতে তেজস্বীকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছিল।ফলে এই নির্বাচনের ধরন আংশিকভাবে হয়েছে “পরীক্ষিত নিতীশ বনাম তরুণ ও উদ্যমী তেজস্বী”। আরও পড়ুন- Bihar Election 2025 Results:আজ বিহার ভোটের ফলপ্রকাশ, মহাগঠবন্ধন বনাম NDA! নজরে এই ৫ গুরুত্বপূর্ণ দিক জাতিগত গণিতের লড়াই বিহারে EBC ভোটার ৩৬.০১%—প্রায় ১১৩টি সম্প্রদায়—নির্বাচনের ফলাফলের দিকে মুখ্য প্রভাব রাখে। এর মধ্যে প্রায় ১০.৫% মুসলিম, বাকি হিন্দু EBC বা “পঞ্চফোরনা” ভোটার। এই ভোটারদের দৃষ্টি VIP এবং মুকেশ সাহানির নেতৃত্বে। VIP প্রধান মুকেশ সাহানি প্রায় ৯.৬% নিশাদ ভোটার এবং ২.৬% মাল্লাহ ভোটারের সমর্থন পান। এ বছর VIP ১২টি আসনে লড়ছে। তবে সাহানি তার ভাই সন্তোষ সাহানিকে দরভঙ্গার গৌরাবোরাম আসন থেকে নাম প্রত্যাহার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। আরও পড়ুন- Eastern Railway: উত্তরবঙ্গে যাওয়া পর্যটকদের জন্য বিরাট সুখবর! যাত্রী স্বার্থে ফের এক অনন্য-অভূতপূর্ব বন্দোবস্ত রেলের IIP প্রধান আই পি গুপ্তা প্রথমবার নির্বাচনে মহাগঠবন্ধনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দলের লক্ষ্য তান্তি/তাতমা সম্প্রদায়ের ভোট। ২০১৫ সালে এই সম্প্রদায়কে SC প্যান গ্রুপের সঙ্গে যুক্ত করা হয়েছিল এবং পরে সুপ্রিম কোর্ট EBC-তে ফেরত দিয়েছে। পটনায় গুপ্তার গণসভার বিশাল উপস্থিতি প্রমাণ করে তিনি উপেক্ষা করা যাবে না। অন্য জোট সদস্যদের অবস্থা কংগ্রেস এখনও দুর্বল, রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রার উত্সাহে পৌঁছাতে পারেনি। বামপন্থী দলও ২০২০ সালের মতো ১২টি আসনের বেশি আশা করতে পারছে না।আরজেডি মুসলিম ভোট সংরক্ষণের চ্যালেঞ্জেও মুখোমুখি—AIMIM কিছু আসনে ভোট ছিনিয়ে নিতে পারে। মহাগঠবন্ধন মুসলিম সম্প্রদায়ের সমস্যাগুলি যথাযথভাবে না তুলে ধরায় সমালোচনা হয়েছে। আরও পড়ুন- Suvendu Adhikari:“পাকিস্তান- বাংলাদেশ থেকে পাচ্ছি হুমকির ফোন”, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর, কটাক্ষ তৃণমূলের শেষ কথা: গণনার লড়াই তেজস্বীর “প্রতিটি পরিবারের জন্য এক চাকরি” ও নিতীশের বিশাল সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার লড়াই শুক্রবার স্পষ্ট হবে। ভোট গণনা দেখাবে—প্রকাশিত নেতৃত্বের অভিজ্ঞতা নিতীশের পক্ষে যাবে, নাকি তরুণ তেজস্বীর উদ্যমী প্রচেষ্টা প্রভাব ফেলবে?
Mohammed Shami Dropped: রাজনীতি না ব্যক্তিগত আক্রোশ? শামি বঞ্চনার 'গোপন কথা' ফাঁস করলেন শুভমান
Mohammed Shami: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) দরজা কিছুতেই খুলতে পারছেন না মহম্মদ শামি। ২০২৫ রনজি ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্সের পরও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে সুযোগ দেওয়া হয়নি শামিকে। সম্প্রতি শামি তাঁর আকারে-ইঙ্গিতে নির্বাচকদের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন। Sourav Ganguly on Mohammed Shami: শামির সঙ্গে 'অন্যায়' হচ্ছে, নির্বাচকদের বিরুদ্ধে তোপ সৌরভের? শামির বক্তব্য ছিল, যদি ৪ দিনের ম্য়াচ খেলতে তাঁর কোনও অসুবিধে না হয়, তাহলে ওয়ানডে ক্রিকেট খেলতে কেন সমস্যা হবে? শামির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকরও নিজের মতামত প্রকাশ করেন। এবার মহম্মদ শামির এই বিতর্ককে আরও খানিকটা উসকে দিলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। Mohammed Shami Controversy News: শামিকে নিয়ে ভয়ঙ্কর আপডেট, 'মিথ্যেবাদী' তকমা বোর্ডের শামিকে নিয়ে কী বললেন শুভমান? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে একটি সাংবাদিক বৈঠকে এসেছিলেন শুভমান গিল (Shubman Gill)। সেখানে তিনি বলেন, 'মহম্মদ শামির মতো দক্ষতা খুবই কম ক্রিকেটারের মধ্যে রয়েছে। কিন্তু, বর্তমানে যাঁরা খেলছেন, তাঁরাও টিম ইন্ডিয়ার হয়ে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছেন। সেকারণে কখনও কখনও শামি ভাইয়ের মতো একজন ক্রিকেটারকে বাইরে বসিয়ে রাখার সিদ্ধান্তটা বেশ কঠিন হয়ে যায়। এই ব্যাপারে নির্বাচকরাই যথাযথ উত্তর দিতে পারবেন।' Mohammed Shami Controversy: সুপ্রিম কোর্টে 'বড় ধাক্কা' হাসিনের, এবার কী করবেন সামি পত্নী? সম্প্রতি রনজি ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন মহম্মদ শামি। আগুন ঝরানো বোলিংয়ের দৌলতে তিনি মোট ১৫ উইকেট শিকার করেন। কিন্তু, তারপরও তিনি নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেননি। Mohammed Shami Ignored: কেন টিম ইন্ডিয়ায় জায়গা হচ্ছে না সামির? জেনে নিন আসল কারণ দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন শামি মহম্মদ শামি দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে শামি তাঁর শেষ ম্য়াচটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন। এরপর চোটের কারণে তাঁকে বেশ কয়েকমাস ক্রিকেটের বাইরে থাকতে হয়। ২০২৫ আইপিএল টুর্নামেন্টেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শামি একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। যদিও ইতিমধ্যে শোনা যাচ্ছে যে ইংল্যান্ড সফরে নাকি তাঁকে সুযোগ দেওয়ার কথা উঠেছিল। কিন্তু, শামি নিজে সেই প্রস্তাব খারিজ করে দেন। শামির নির্বাচনের ব্যাপারে অজিত আগরকরকে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্টই জানিয়ে দেন যে ভারতীয় ক্রিকেট দলের এই পেস তারকার ফিটনেস সম্পর্কে তাঁর কোনও আপডেট নেই। যদিও শামি পালটা জবাব দেন, তিনি নিয়মিতভাবে ম্য়াচ খেলে যাচ্ছেন। নির্বাচকরা ফোন করে তাঁর ফিটনেস সম্পর্কে জানতে চাননি।
Bihar Assembly Election Results 2025 LIVE Counting and Updates in Bengali: দুই দফায় ভোট গ্রহণ হয়েছে এবার বিহারে। আজ ফলাফল। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। ২৪৩ আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার হল ১২২। কোন জোট পাবে এত আসন? বুথ ফেরত সমীক্ষায় আরজেডি, কংগ্রেস, সিপিআইএমের মহাগঠবন্ধনের থেকে এগিয়ে রয়েছে জেডিইউ, বিজেপি, এলজেপির এনডিএ।
Bihar Election 2025 Results:আজ বিহার ভোটের ফলপ্রকাশ, মহাগঠবন্ধন বনাম NDA! নজরে এই ৫ গুরুত্বপূর্ণ দিক
Bihar Election 2025 Results Analysis: বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হতে চলেছে শুক্রবার। এনডিএ ও মহাগঠবন্ধনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলাফলের আগে নজর থাকবে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে। নিতীশের নেতৃত্বের পরীক্ষা বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ সভাপতি নিতীশ কুমার বহুদিন ধরেই এনডিএ-র মুখ। এবার বিজেপি ও জেডিইউ—দুই দলই ১০১টি করে আসনে লড়ছে। ফলে জোটের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন দেখা গেছে, যা নিতীশের নেতৃত্বকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আরও পড়ুন- Bihar Election 2025 Results LIVE Updates: NDA না মহাগঠবন্ধন? আর কয়েক ঘণ্টাতেই স্পষ্ট হবে বিহারের রাজনৈতিক ভবিষ্যৎ! জেডিইউ ২০২০ সালে মাত্র ৪৩টি আসনে জিতেছিল, যেখানে বিজেপির আসন ছিল ৭৪। এবার এনডিএ যদি স্বচ্ছন্দে জেতে এবং জেডিইউ নিজের অবস্থান আগের তুলনায় মজবুত করে, তবে নিতীশের নেতৃত্ব আরও সুদৃঢ় হবে। কিন্তু জোটের জয় যদি সঙ্কীর্ণ হয় এবং বিজেপি যদি জেডিইউ-এর চেয়ে ভালো ফল করে, তাহলে নিতীশের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে। প্রশান্ত কিশোরের জন সুরাজ: প্রথমবারের লড়াই প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ’ এবারের নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করেছে। প্রচার ও কৌশলে আলোড়ন সৃষ্টি করলেও দলের প্রধান লক্ষ্য মনে হচ্ছে ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করা। আরও পড়ুন- Eastern Railway: উত্তরবঙ্গে যাওয়া পর্যটকদের জন্য বিরাট সুখবর! যাত্রী স্বার্থে ফের এক অনন্য-অভূতপূর্ব বন্দোবস্ত রেলের দলের ভোট শতাংশ ও কয়েকটি আসনে প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদি দল দ্বি-অঙ্কের ভোট শতাংশ পায়, তবে তারা ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারে। কিছু আসন জিততে পারলে ঝুলন্ত বিধানসভায় ‘কিংমেকার’ও হতে পারে। কিন্তু ফলাফল খারাপ হলে দলের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। কংগ্রেসের অবস্থান বিহারে আগের মতো প্রভাব আর নেই কংগ্রেসের। দীর্ঘদিন ধরে আরজেডি-র নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের অংশ হলেও এবার প্রায় ৬০টি আসনে লড়ছে তারা। কংগ্রেসের বড় চ্যালেঞ্জ—২০২০ সালের তুলনায় আসন ও ভোট শতাংশ বাড়ানো।আরজেডির ছায়া থেকে বেরিয়ে নিজস্ব শক্তি প্রদর্শন।রাহুল গান্ধীর ‘ভোটার অধিকারের যাত্রা’ কতটা ফল দেবে, তাও এই নির্বাচনের ফলেই পরিষ্কার হবে। আরও পড়ুন- Kolkata Metro: এখন থেকে মোবাইলেই টিকিট! কলকাতা মেট্রোর নতুন ডিজিটাল উদ্যোগ রবিবারে শুরু ভিআইপি ও আইআইপি-র ভূমিকা মুকেশ সাহানির ভিআইপি এবং আই পি গুপ্তর আইআইপি—মহাগঠবন্ধনের ছোট হলেও গুরুত্বপূর্ণ দুটি দল। বিশেষত ইবিসি (অত্যন্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠী)-র ভোট টানতে এদের ভূমিকা নজরকাড়া হতে পারে। তাদের আসনসংখ্যা ও ভোট ভাগ নির্ধারণ করবে—মহাগঠবন্ধনের সামাজিক ভিত্তি কতটা বিস্তৃত হলো। ভবিষ্যতে জোটে তাদের গুরুত্ব কতটা থাকবে। চিরাগ পাসওয়ানের পরীক্ষা চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন লোজপা (রাম বিলাস) এবারের এনডিএতে পেয়েছে ২৯টি আসন—যদিও ২০২০ সালে তারা পেয়েছিল মাত্র ১টি আসন। চিরাগ দাবি করেছেন, ২০২৪ লোকসভায় তাঁর দলের ১০০% সাফল্যের কারণেই আসন বাড়ানো হয়েছে। এবারের ফল ঠিক করবে—তাঁর দাবির কতটা বাস্তবসম্মত।এনডিএ-তে তাঁর রাজনৈতিক ওজন কতটাযদি লোজপা (RV) ভাল ফল করে, তাহলে চিরাগের অবস্থান আরও শক্তিশালী হবে। কিন্তু ফল খারাপ হলে জেডিইউ সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারে।
Jawaharlal Nehru: স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, জন্মদিনে জানুন অজানা জওহরলাল নেহরুকে!
Jawaharlal Nehru: আজ ১৪ নভেম্বর— পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন (birth anniversary)। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা, দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তাঁর জন্মদিন দেশজুড়ে পালিত হয় চিলড্রেনস ডে (Children’s Day) হিসেবে। ১৮৮৯ সালের ১৪ নভেম্বর এলাহাবাদের গঙ্গাতীরে জন্ম নেন জওহরলাল নেহরু। তাঁর পিতা মতিলাল নেহরু ছিলেন ব্রিটিশ ভারতের প্রখ্যাত ব্যারিস্টার, আর মা স্বরূপ রানি ছিলেন শিক্ষিতা ও সংস্কৃতিমনা নারী। এলাহাবাদের 'আনন্দ ভবন'-এ পণ্ডিত নেহরু পাশ্চাত্য ও ভারতীয় সংস্কৃতির মিশ্রণে বড় হয়ে ওঠেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি ইংল্যান্ডের হ্যারো স্কুলে যান এবং পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ব্যারিস্টারি পড়েন। শিক্ষাজীবনের সময় থেকেই সমাজতান্ত্রিক চিন্তাধারা এবং জাতীয়তাবাদী আন্দোলনের প্রতি তাঁর আগ্রহ জন্মে। পরিবার ও ব্যক্তিজীবন ১৯১৬ সালে নেহরু বিয়ে করেন কমলা কউলকে। তাঁদের একমাত্র কন্যা ইন্দিরা প্রিয়দর্শিনী পরবর্তীতে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। পারিবারিক জীবনে স্নেহশীল এবং রুচিশীল পিতা হিসেবে নেহরু ছিলেন সকলের প্রিয় 'চাচা নেহরু'। আরও পড়ুন- চায়ের গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলুন ভেষজ হেয়ার ডাই, চুল করুন কুচকুচে কালো! প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে নেহরু রাজনীতিতে সক্রিয় হন। ১৯২০-এর সময়ে তিনি মহাত্মা গান্ধীর সহচর হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। ১৯২৯ সালে লাহোর কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করে তিনি ভারতের পূর্ণ স্বাধীনতার লক্ষ্য ঘোষণা করেন এবং রাভি নদীর তীরে ভারতের পতাকা উত্তোলন করেন। আরও পড়ুন- দামি ক্রিম নয়, খুশকি দূর করুন এই ৬ ঘরোয়া কায়দায়, পান চটজলদি সমাধান লবণ সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রতিটি অধ্যায়েই নেহরুর ভূমিকা ছিল অনস্বীকার্য। ১৯৩০-এর দশকে তিনি একাধিকবার কারারুদ্ধ হন, কিন্তু তাঁর আদর্শে কখনও চিড় ধরেনি। কারাগারে বসেই নেহরু রচনা করেন তাঁর তিন বিখ্যাত গ্রন্থ— 'An Autobiography', 'Glimpses of World History', 'The Discovery of India'- এই বইগুলো আজও ইতিহাস, রাজনীতি এবং দর্শনের গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে গণ্য হয়। আরও পড়ুন- সকালে খালি পেটে পান করুন এই সাদা জল, হাড় হবে লোহার মত মজবুত, জানালেন বিশেষজ্ঞরা ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতার পর নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী হন। তাঁর নেতৃত্বে ভারত শিল্প, বিজ্ঞান, শিক্ষা ও কূটনীতিতে দৃঢ় ভিত্তি স্থাপন করে। তিনি রাষ্ট্রসংঘ এবং বিশ্ব রাজনীতিতে ভারতের মর্যাদা বৃদ্ধি করেন এবং অহিংসা, ধর্মনিরপেক্ষতা আর সমাজতন্ত্রের নীতিতে প্রয়োগ করেন। আরও পড়ুন- টাইপ ১ নাকি টাইপ ২ ডায়াবেটিস, কোনটি বেশি ক্ষতিকারক? কীভাবে করবেন নিয়ন্ত্রণ? ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পরে তাঁর শারীরিক অবস্থা দুর্বল হতে শুরু করে। অবশেষে ১৯৬৪ সালের ২৭ মে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। আজও তাঁর স্বপ্ন, আদর্শ ও চিন্তাধারা ভারতের নীতি, শিক্ষা ও সমাজজীবনে প্রতিফলিত। পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন এমন এক রাষ্ট্রনায়ক, যিনি আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন।
Horoscope: আজকের রাশিফল ১৪/১১/২০২৫
কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope)মেষ/ Aries রাশিফল Rashifal : আজ যাঁদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করেন, ... Read more The post Horoscope: আজকের রাশিফল ১৪/১১/২০২৫ first appeared on GNE Bangla .
Bihar Election 2025 Results LIVE Updates: বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর পূর্ণাঙ্গ ফল প্রকাশের আর মাত্র বাকি কয়েক ঘণ্টা। আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু। চূড়ান্ত ফলাফল ঘোষিত হতে পারে সন্ধ্যার মধ্যেই। এই বারের বিহার নির্বাচনে রেকর্ড ভোট দান হয়েছে। দ্বিতীয় ও শেষ দফার ভোটে মোট ভোটদান হয়েছে ৬৬.৯১ শতাংশ, যা ১৯৫১ সালের পর থেকে বিহারের ইতিহাসে সর্বাধিক ভোটদান। জোটের লড়াই ও বুথ ফেরত সমীক্ষা: বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, রাজ্যে ফের ক্ষমতায় ফিরতে পারে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (NDA)। আরও পড়ুন- Bihar Result 2025: '১৪-এ ফলাফল, ১৮-তে শপথ'! বিহার ভোটের ফলাফলের আগেই বোমা ফাটালেন তেজস্বী Axis My India-এর পূর্বাভাস, NDA: ১২১ থেকে ১৪১ আসন,মহাগঠবন্ধন (MGB): ৯৮ থেকে ১১৮ আসন,JSP: ০ থেকে ২ আসন। Today’s Chanakya-এর পূর্বাভাস, BJP: ১৬০ আসন,RJD: ৭৭ আসন, Others: ৬ আসন। অন্যদিকে, নয়টি বুথ ফেরত সমীক্ষার গড় ফল অনুযায়ী, ২৪৩ আসনের বিধানসভায় NDA পেতে পারে ১৪৭ আসন। প্রধান প্রতিদ্বন্দ্বী ও গুরুত্বপূর্ণ প্রার্থী: এই নির্বাচনে মহাগঠবন্ধন চেষ্টা করছে জেডিইউ নেতা নীতীশ কুমারের দুই দশকের মুখ্যমন্ত্রিত্বের অবসান ঘটাতে, আর NDA চায় ক্ষমতা ধরে রাখতে। ২০১৫ সালের নির্বাচনে আরজেডি ও জেডিইউ একজোটে জয় পেলেও পরে সেই জোট ভেঙে যায়। এবার আরজেডি নেতা তেজস্বী যাদব, কংগ্রেসের সমর্থনে, রাজ্যে ফের রাজনৈতিক জমি ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছেন। আরও পড়ুন- Suvendu Adhikari: 'আপনারাও তৈরি থাকুন', মুকুলের বিধায়ক পদ যেতেই তৃণমূলের তাবড় বিধায়কদের নাম নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন জেডিইউ-র বিজেন্দ্র প্রসাদ যাদব, যিনি টানা অষ্টমবারের জন্য সুপৌল আসন থেকে প্রার্থী।মহিলারা পুরুষদের ছাপিয়ে ভোটদানে এগিয়ে!এবারের বিহার ভোটে নজির গড়েছেন মহিলারা। মোট ভোটদানের হার যেখানে ৬৬.৯১%, সেখানে মহিলা ভোটারদের অংশগ্রহণ ৭১.৬%, যা পুরুষদের ৬২.৮% ভোটদানের হার থেকে ৮.৮ শতাংশ বেশি। এটাই প্রথমবার, যখন বিহারে মহিলারা সংখ্যায় পুরুষদের ছাড়িয়ে ভোট দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এটি হতে পারে নির্বাচনের ফল নির্ধারণে অন্যতম বড় ফ্যাক্টর। আরও পড়ুন- Bengal SIR 2025: রাজ্যে কত মৃত ভোটারের নাম আধার থেকে বাদ? কমিশনকে তথ্য দিল UIDAI রাজ্য জুড়ে এখন চরম উত্তেজনা — ভোটগণনার আগের রাতে বিহারজুড়ে বাড়ছে রাজনৈতিক গরমিল ও জল্পনা-কল্পনা। আজ ১৪ নভেম্বর সকাল ৮টা থেকে শুরু গণনা, আর সন্ধ্যার মধ্যে স্পষ্ট হবে— কে গড়ল সরকার, NDA না মহাগঠবন্ধন।
‘ও আমার মন বোঝে’, নিজের তৈরি AI পুরুষকেই বিয়ে জাপানি তরুণীর!
এমন চমকপ্রদ ঘটনা রূপকথার চেয়েও যেন বেশি কাল্পনিক!
শুক্রবার গ্রহের বিরল যোগ, কোন রাশির জাতকরা পাবেন সুখবর?
Horoscope Today on November 14 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
Bihar Election Results 2025: জনাদেশে কপাল পুড়বে কার? বিহারে কে হাসবে শেষ হাসি?
ihar Election Counting: এসআইআরের ছাপ ভোটের ফলে কতটা পড়ে সেদিকেও নজর যে থাকছে তা বলাই বাহুল্য। লাভের গুড় ঘরে তুলতে পারবে নাকি ব্যুমেরাং হবে বিজেপির তা নিয়েও কাটাছেঁড়া করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে প্রশান্ত কিশোরই বা দিনের শেষে যুযুধান দুই শিবিরের মাঝে নিজের কপাল কতটা চওড়া করতে পারেন সেটাও দেখার।
১৪ নভেম্বর রাশিফল: কাদের হাতের মুঠোয় সুযোগ, সতর্ক হবেন কারা? জেনে নিন কার ভাগ্যে কী?
জেনে নিন আজকের রাশিফল।
নভেম্বরের শেষ সপ্তাহে ২ দিন বন্ধ অযোধ্যার রামমন্দির, জেনে নিন দিনক্ষণ
অযোধ্যা ভ্রমণের পরিকল্পনা করলে এই দুটো দিন অন্য কোথাও ঘুরে আসুন।
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
Bihar Election: রাত পোহালেই বিহার বিধানসভার ফলপ্রকাশ, ম্যাজিক ফিগার ১২২!
Bihar Assembly Results: এবার কী হবে? ক্ষমতা ধরে রাখবে এনডিএ জোট? নাকি চমক দিয়ে অভিষেক হবে লালু পুত্র তেজস্বী যাদবের? জনাদেশে কপাল খুলবে কার? রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সকাল হতেই শুরু হয়ে যাবে ভোট গণনা।
মার্কিন ছাত্র রাজনীতিতে নয়া ইতিহাস! জয়ী ইজরায়েল বিরোধী আন্দোলনের মুখ কমিউনিস্ট তরুণী
মামদানির পর মাত্র ২০ বছর বয়সি হান্নার সাফল্যে উজ্জীবীত আমেরিকার লাল পার্টি।
Skin care tips |এসি কাড়ছে ত্বকের ঔজ্জ্বল্য? হারানো জেল্লা ফেরাবেন কি করে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাতে ঘুমনোর সময় এসি। দিনে অফিসে এসি। কেনাকাটি করতে শপিংমলে ঢুকলে সেখানেও চলছে এসি। এর ফলে ত্বকের রঙে পরিবর্তন হয়। কালো দেখায়। আবার শুষ্কও হয় তুলনামূলক বেশি। সুতরাং অল্পবয়সেই বুড়িয়ে যাচ্ছে ত্বক। হারাচ্ছে ঔজ্জ্বল্য(Skin care tips)। নিজের ত্বককে রক্ষা করতে বাড়িতে না হয় এসির ব্যবহার কমিয়ে দিলেন। তা বলে কর্মক্ষেত্রে তা […] The post Skin care tips | এসি কাড়ছে ত্বকের ঔজ্জ্বল্য? হারানো জেল্লা ফেরাবেন কি করে appeared first on Uttarbanga Sambad .
SIR in Bengal: কাটোয়ায় SIR-এর ডিউটিতে হাউহাউ করে কেঁদে ফেললেন BLO! কেন?
SIR in Bengal: বিএলও-দের এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ শিবের বেনজির ছবি দেখা গেল কাটোয়ায়। এদিন কাটোয়া ১ নম্বর বিডিও অফিসে চলছিল এই প্রশিক্ষণ শিবির। সেখানেই এদিন একের পর এক উঠে এল উদ্বেগজনক ছবি। যদিও প্রশিক্ষকরা বলছেন তাঁরা কমিশনের নির্দেশেই কাজ করছেন।
South 24 Parganas news: রাতের অন্ধকারে গরু উধাও, সিসিটিভিতে ধরা পড়ল জাইলো গাড়ির কাণ্ড!
Crime News: জয়নগরে গরু চুরির ঘটনায় মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এক দুষ্কৃতিকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। ধৃতের নাম সুদীন ব্যানার্জী (২৫), বাড়ি মগরাহাট থানার যুগদিয়া এলাকায়। বৃহস্পতিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, জয়নগর থানার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রায়নগর শরৎপল্লী এলাকার বাসিন্দা মিঠুন সরকার বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাঁর গোয়ালঘরে থাকা গরুটি নিখোঁজ। আশপাশে খোঁজাখুঁজি করেও কিছু না পেয়ে তিনি দুশ্চিন্তায় পড়েন। পরে এক প্রতিবেশীর বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে হতবাক হয়ে যান তিনি। আরও পড়ুন- West Bengal News Live Updates: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের ফুটেজে দেখা যায়, মঙ্গলবার গভীর রাতে একটি জাইলো গাড়িতে চেপে কয়েকজন দুষ্কৃতী এসে বাড়ির ভিতর থেকে গরুটিকে বের করে নিয়ে যায়। চার চাকা গাড়ি ব্যবহার করে গরু চুরির এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে জয়নগর থানার আইসি পার্থ সারথি পালের নির্দেশে পুলিশের বিশেষ টিম তদন্তে নামে। অভিযোগ দায়েরের পর দ্রুত অভিযান চালিয়ে বুধবার রাতে মগরাহাট থানার যুগদিয়া এলাকা থেকে জাইলো গাড়িসহ সুদীন ব্যানার্জীকে গ্রেফতার করা হয়।তবে এখনও পর্যন্ত চুরি যাওয়া গরুটি উদ্ধার করা যায়নি। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিতে চায়। আরও পড়ুন- দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, চার শহরে ধারাবাহিক বিস্ফোরণের ছক? চোখ কপালে তদন্তকারীদের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জাইলো গাড়িটির নাম্বার প্লেট অনুযায়ী সেটি হাওড়া জেলার নিবন্ধিত। কীভাবে গাড়িটি জয়নগরে এসে এই চুরির কাজে ব্যবহৃত হলো এবং ঘটনার সঙ্গে আর কারা যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “যদি গাড়ি এনে বাড়ির ভিতর থেকে গরু তুলে নিয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যতে অন্য অপরাধও করা দুষ্কৃতিদের পক্ষে কঠিন কিছু নয়। আমাদের নিরাপত্তা কোথায়?” আরও পড়ুন- বিধানসভা নির্বাচনের আগেই 'খেলা শুরু', তৃণমূল কংগ্রেসের প্রাক্তন দাপুটে বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে, বঙ্গ রাজনীতিতে আলোড়ন ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন হরিনারায়ণপুর ও আশপাশের এলাকাবাসী। তাঁরা দাবি করেছেন, এলাকায় রাত্রিকালীন টহল ও পুলিশের নজরদারি আরও বাড়ানো হোক।
Delhi Blast: ৩২টি গাড়ি নিয়ে দিল্লিতে বিস্ফোরণের ছক জইশের ‘ডক্টর মডিউলের’?
Delhi Blast News: তিন গাড়িই কী নাশকতার উদ্দেশ্যে কেনা হয়েছিল? প্রশ্ন ক্রমেই জোরালও হচ্ছে। অন্যদিকে সূত্র মারফত এও জানা যাচ্ছে ৩২টি গাড়ি নিয়ে দিল্লিতে বিস্ফোরণের ছক ছিল জইশের ডক্টর মডিউলের। ৬ ডিসেম্বর ৬টি জায়গায় বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা।
হাতি দেখতে গিয়ে বিপদ মালবাজারে! ছররা গুলিতে আহত অন্তত ৯
এই ঘটনায় বনদপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
Sinthi robbery: নানা সূত্র ধরে ক্রমশ জাল গোটাচ্ছিল পুলিশ। খতিয়ে দেখা হচ্ছিল এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ। তাতেই তদন্তকারীদের হাতে এসে যায় নতুন সূত্র। এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে সইদুলের উপস্থিতি জানতে পারেন গোয়েন্দারা।
Biplab Deb: 'ত্রিপুরা মডেল' বাংলায়? 'পশ্চিমবঙ্গবাসী BJP-কেই বিকল্প মানছে', দাবি বিপ্লব দেবের
আইন শৃঙ্খলা অবনতি, নারী সুরক্ষায় ব্যর্থতা ও সামগ্রিক সামাজিক অবক্ষয়ের জন্যেই আগামী বছর তৃণমূল কংগ্রেসকে উপেক্ষা করে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে চলেছে রাজ্যের জনগণ, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। এবছর সেপ্টেম্বর মাসেই পশ্চিমবঙ্গে আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনী প্রচারের জন্যে সহ নির্বাচন প্রভারী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিপ্লব দেব। আর গত দুমাসে কলকাতা, শিলিগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার ইত্যাদি বিভিন্ন জায়গায় দলীয় প্রচারে ঘুরে বেড়িয়েছেন তিনি। অবশ্য এর আগে দিল্লি, হরিয়ানা এবং উড়িষ্যায় দলের দায়িত্ব নিয়ে গিয়েছিলেন বিপ্লব। আম আদমি পার্টি, বিজু জনতা দল ইত্যাদি দল হারিয়ে এবং ২০২৪ সালে কংগ্রেস দলের জোর প্রচারের মধ্যে সবগুলি রাজ্যেই পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখল করে। মোদি জোয়ারে প্রচার কাঁপিয়ে ২০১৫ যখন প্রথম ত্রিপুরায় 'মহাসম্পর্ক অভিযানের' দায়িত্ব নিয়ে গেছিলেন তিনি, তখনও পরিস্থিতি প্রায় একই ছিল। দুই দশকের নিরবিচ্ছিন্ন বামফ্রন্ট সরকার; বিরোধী বলতে মূলত: কংগ্রেস দল এবং পাহাড়ি অঞ্চলে কিছু স্থানীয় রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস। দলের পক্ষে সাময়িকভাবে কিছু সাড়া পড়লেও কোন নির্বাচনে প্রভাব ফেলতে পারেনি তারা; মূলত: হিন্দিভাষী অঞ্চলের দল বলে তখনও রাজ্যের মানুষের কাছে পরিচিত বিজেপি দলের রাজনৈতিক একখানা কাঠামো ও কিছু ব্যক্তিগত ক্যারিশমায় পরিচিত নেতা ছাড়া ভোটের বাক্সে প্রভাব পড়ে এমন কোন উপস্থিতিই ছিল না ত্রিপুরায়। আরও পড়ুন- Kolkata weather:আবহাওয়া দফতরের পূর্বাভাসে বড়সড় চমক! শনিবারের পর হাড় কাঁপাবে ঠান্ডা? জেনে নিন লেটেস্ট আপডেট সেই রাজ্যে মাত্র তিন বছরের ব্যবধানে বিধানসভায় ৬০ টি আসনের মধ্যে বামপন্থীদের হিসাব ৫১ টি আসন থেকে মাত্র ১৬ টি আসনে নামিয়ে এনেছিলেন তিনি। আজ সেই সংখ্যা দশ, কংগ্রেস দলের হাতে তিনজন বিধায়ক। বাকি ৪৩ জন বিধায়ক বিজেপি নেতৃত্বাধীন শাসক জোটের অংশ। এখন পশ্চিমবঙ্গের দায়িত্বে বিপ্লব কুমার দেব। IE বাংলার সাথে এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেছেন বাংলায় বিভিন্ন জায়গায় ঘুরে, মানুষের সাথে কথা বলে তিনি নিশ্চিত হয়ে গেছেন, ২০২৬ এর ভোটে সরকারের চেহারা বদল হতে চলেছে। বাংলায় বিজেপি ছাড়া লোকে কাছে কোন বিকল্প নেই। একসময় এই রাজ্যে কমিউনিষ্ট পার্টির কাছে একটি বিশাল ভোট ব্যাংক ছিল; এখন সেটি সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির কাছে চলে গেছে। সেটি ফেরত যাবে না। কিন্তু পশ্চিমবঙ্গে আজ বাস্তবে কি পরিস্থিতি রয়েছে? আরজিকর হাসপাতালের ঘটনার পর ২৪ পরগনায় যে মধ্যবিত্ত অংশের মানুষ রয়েছেন, যাঁরা ধর্মনিরপেক্ষতা, সাম্যবাদ এসবের জন্যে ভাবেন, তাঁদের মধ্যে এই ভাবনা থাকা সত্ত্বেও একটি উপলব্ধি এসেছে কলকাতা শহরে তাঁদের কন্যারা নিরাপদ নেই আর,জানিয়েছেন বিপ্লব। আরও পড়ুন- Kolkata Metro: এখন থেকে মোবাইলেই টিকিট! কলকাতা মেট্রোর নতুন ডিজিটাল উদ্যোগ রবিবারে শুরু তিনি বলেছেন, কলকাতার নারীরা সারা দেশে সর্বাধিক প্রগতিশীল। সর্বপ্রথম চলচ্চিত্র শিল্প বাংলায় সফলভাবে চালু করা হয়েছিল; সমাজকে এই শিল্পে প্রগতির পথে দেখিয়েছিল বাংলা। বিপ্লব দেবের বক্তব্য, কংগ্রেস, কমিউনিষ্টদের ব্যর্থতার কারণে ইন্ডাস্ট্রি কলকাতা থেকে বম্বে, হালের মুম্বাইতে চলে গেছিল। তাই যদিও একসময় সংস্কৃতি মানেই মানুষের কাছে বাংলা ছিল, রাজনৈতিক ব্যর্থতা এবং বিভিন্ন ক্ষেত্রে ধর্মঘটের রাজনীতির জন্যে চলচ্চিত্রসহ বিভিন্ন শিল্প বাংলায় ছেড়ে চলে যাচ্ছে বলে দাবি করেছেন বিপ্লব। সেই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নারীদের সুরক্ষা দিতে পারছেন না, উল্টো সন্ধ্যে সাতটার পর বাড়ি থেকে বেরোতে মানা করছেন - এটি রাজ্য সরকারের মানসিকতা ও যোগ্যতার ওপর বিরাট ব্যর্থতার প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সন্ধ্যা সাতটার পর যদি তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) নিজে বাড়ি থেকে না বেরোতে পারতেন, তিনি কখনও মুখ্যমন্ত্রী হতেন? প্রশ্ন করেছেন বিপ্লব। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি আরও বলেন, হতে পারে কদিন পর তিনি বলবেন, দিনের বেলা বোরখা পড়ে চলতে হবে। তৃণমূল কংগ্রেস এবং তার পরিচালিত রাজ্য সরকারের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়ে বিপ্লব বলেছেন, গায়ের জোর দেখিয়ে সরকার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু জনসমর্থন আর তাদের সাথে নেই এবং তাই আগামী নির্বাচনে সরকার বদলাতে চলেছে মানুষ, বক্তব্য বিপ্লবের। আরও পড়ুন- fake staff: খাতা ঘাঁটতেই চোখ ছানাবড়া! শতাব্দীপ্রাচীন পুরসভায় কাজে ৩৫০, বাকি ৬৫০ জন কোথায়? প্রশ্ন পুরপ্রশাসকের তৈমুর খাঁ, সম্রাট বাবর, আওরঙ্গজেব ভারতের সংস্কৃতি বদলাতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পারবেন? বাবর রামমন্দির ভেঙ্গে বাবরি মসজিদ তৈরি করেছিল, আজ রামমন্দির ফের নিজস্থানে অবস্থিত। যারা ভারতের সংস্কৃতি বদলাতে আসে, তারাই বদলে যায়। আর যারা বদলাতে চায় না, ভারত তাদের বদলে দেয়, তিনি বলেন। সম্প্রতি জলপাইগুড়িতে বিজেপি বিধায়ক খগেন মুর্মু, শংকর ঘোষের মতো নির্বাচিত জনপ্রতিনিধিরা হিংসাত্মক আক্রমণের মুখে পড়েছেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেস দলের নেতা কর্মীরা এক অপরের দিকে অভিযোগ করেছেন। এ'প্রসঙ্গে বিপ্লব দেব বলেছেন, বাংলায় মানুষের কাছে বিজেপি কর্মীদের যাবার আগেই দলীয় কর্মীদের কাছে আসছেন সাধারণ মানুষ।হিংসা, সাধারণ আইন শৃংখলার অবনতি এবং বাংলার নারীরা প্রচণ্ড অসুরক্ষিত বোধ করছেন। বাংলার চরিত্র নষ্ট করে দিচ্ছে এরা। মারামারি, রাজনৈতিক আক্রমণ এসবের বাংলার সাথে নেতাজী সুভাষ চন্দ্র বসুর বাংলা, দেশবন্ধু চিত্তরঞ্জন, রবীন্দ্রনাথ ঠাকুর এঁদের বাংলাকে তুলনা করা কঠিন হয়ে পড়েছে। মূর্তি ভাঙচুর, সাংসদ পেটানো এসব দিয়ে বাংলাকে পরিচিত করাবার সমুচিত জবাব ভোটের বাক্সে দেবে মানুষ, বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ভস্মাসুরের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এর তুলনা করে তিনি বলেন, নিজের মাথাতেই হাত দিয়ে ফেলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলায় বিভিন্ন জায়গায় দলীয় প্রচার এবং কর্মসূচিতে গিয়ে মানুষের কাছে প্রভূত সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছেন বিপ্লব। আজ শিলিগুড়িতে একটি সাংগঠনিক সভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম দল থেকে সরে আসা ২৫৪ জন মানুষকে বিজেপি দলে স্বাগত জানিয়েছেন তিনি। গতকালই আলিপুরদুয়ার অঞ্চলে ১০৪ পরিবার তৃণমূল কংগ্রেস থেকে সরে তার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। আলিপুরদুয়ার বিধানসভা ক্ষেত্রে অনুষ্ঠিত এক যোগদান সভায় বিপ্লব জানিয়েছেন তৃণমূল কংগ্রেস এবং দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিউনিস্ট পার্টিকে ক্ষমতা থেকে সরালেও তার শাসনকালে বামপন্থীদের রাজনৈতিক মডেলের ফটোকপি হিসেবে কাজ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস নেতা এবং সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দিকে আঙ্গুল তুলে তিনি আরো বলেন বামপন্থীদের হিংসাত্মক রাজনৈতিক মডেলের সাথে মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্র সংযোজনই মূলত: তৃণমূল কংগ্রেস দলের রাজনৈতিক চরিত্র। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পরিবার তন্ত্রের অভিযোগে এনে বিপ্লব বলেন নির্বাচিত হলে বিজেপি পরিচালিত সরকার রাজ্যের প্রতিটি বেকার ছেলে মেয়ের জন্য রোজগার দেবার ব্যবস্থা করবে। পশ্চিমবঙ্গের দেড় কোটি ছেলে-মেয়ে রোজগারের খোঁজে ভারতবর্ষের বিভিন্ন শহরে রাস্তায় ঘুরে বেড়ায় এই মন্তব্য করে বিপ্লব দেব বলেন একটি সময় পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্য থেকে উপার্জনের খোঁজে লোকে আসতো। রাজ্যে উন্নয়নের অধ:পতনের অবস্থা এমনই যে বাংলার ছেলে মেয়েরা এখন নিজ রাজ্যে আত্মনির্ভর হবার বদলে অপর রাজ্যে কাজের খোঁজে যেতে বাধ্য হচ্ছে, বলেন তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন পরিচালিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন এর বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে তার দিকে শ্লেষাত্মক আক্রমণ করে বিপ্লব বলেন দুর্নীতি পরিবর্তন ধর্ষণ ও অন্যান্য নারীঘটিত অপরাধ ইত্যাদি ধামা চাপা দিতেই এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেস কর্মীদের রাস্তায় ধরে তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি করবে এবং ভোটে বিদায় দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে বলেও মন্তব্য করেন তিনি।
Chicken Soup |শীতের সন্ধ্যেতে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন চিকেন স্যুপ রেসিপি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চিকেন স্যুপ খেতে তো ভালোই লাগে আর এটি আমাদের শরীরের জন্যও বেশ ভালো। ওজন কমাতে কিংবা শীতে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বানিয়ে নিতে পারেন এই সহজ রেসিপির স্যুপ। এটি স্বাদেও যেমন সেরা, স্বাস্থ্যের দিক দিয়েও বেশ উপকারী। বিশেষ করে স্বাস্থ্য সচেতনরা প্রায় প্রতিদিনই পাতে রাখেন এক বাটি স্যুপ। জেনে নিন কীভাবে ঝটপট […] The post Chicken Soup | শীতের সন্ধ্যেতে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন চিকেন স্যুপ রেসিপি appeared first on Uttarbanga Sambad .
Road Accident |কনটেইনার-গাড়ির সংঘর্ষে দাউদাউ আগুন! পুণে-বেঙ্গালুরু সড়কে দুর্ঘটনায় ঝলসে মৃত ৭
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনায় (Road Accident) ৭ জনের মৃত্যু হল পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কে। বৃহস্পতিবার বিকেলে ৪৮ নম্বর জাতীয় সড়কের নারহে এলাকায় নবলে সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে ছুটতেথাকে একটি কনটেইনার ট্রাকের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি আগুনে পুড়ে যায়, মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা। প্রাথমিক […] The post Road Accident | কনটেইনার-গাড়ির সংঘর্ষে দাউদাউ আগুন! পুণে-বেঙ্গালুরু সড়কে দুর্ঘটনায় ঝলসে মৃত ৭ appeared first on Uttarbanga Sambad .
SIR in Bengal: ৬০ জন ভোটারের বাবার নাম একই! পিছনে আছে বিশেষ কারণ
SIR in Bengal: নদিয়ার মায়াপুর ইসকন নবদ্বীপ বিধানসভা এলাকার ১৩ নম্বর বুথের শতাধিক ভোটারের বাবার নাম এক। ২০০২ সালের তালিকায় দেখা গিয়েছে শতাধিক ভোটারের বাবার নাম একই রয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই সমস্ত ভোটাররা মায়াপুর ইসকনের আবাসিক ব্রহ্মচারী।
Ruturaj Gaikwad: ১২ বাউন্ডারিতে ঋতুরাজের দুরন্ত সেঞ্চুরি, রাজকোটে প্রোটিয়াদের হারাল ভারত
India A vs South Africa A: ভারত এ দলের হয়ে ঋতুরাজ গায়কোয়াড় ১২৯ বলে ১১৭ রান করেছেন দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা এ রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ভারতকে ২৮৬ রানের টার্গেট দিয়েছিল। সেখানে ৬ উইকেটে ২৯০ রান পূরণ করে ফেলে ভারত এ।
পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। শহরের নাভলে ব্রিজ সংলগ্ন এলাকায় দুটি কন্টেনার, একটি বাস এবং অন্তত চারটি প্রাইভেট গাড়ি পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আরও পড়ুন- Kolkata weather:আবহাওয়া দফতরের পূর্বাভাসে বড়সড় চমক! শনিবারের পর হাড় কাঁপাবে ঠান্ডা? জেনে নিন লেটেস্ট আপডেট পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। একটি নিয়ন্ত্রণহীন কন্টেইনারের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকটি গাড়ি মুহূর্তের মধ্যেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় দুটি কন্টেইনার, একটি মিনিবাস এবং তিন থেকে চারটি প্রাইভেট গাড়ি পুরোপুরি পুড়ে গিয়েছে। সংঘর্ষের পর যানবাহনগুলিতে আগুন ধরে যায় এবং মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়েই পুনে দমকল বিভাগের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকার্য শুরু করে। আরও পড়ুন- google search:খবরদার! ভুলেও গুগলে এই বিষয়গুলো সার্চ করবেন না, গ্রেফতার হতে পারেন! পুনে সিটি পুলিশ জানিয়েছেন, এখন পর্যন্ত আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, কন্টেইনারটির ব্রেক ফেল করায় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। ব্যস্ত সময়ে দুর্ঘটনাটি ঘটায় পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও দমকল বাহিনী রাতভর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের পর এতটাই তীব্র আগুন লেগেছিল যে কয়েকটি গাড়ির ভিতরে থাকা যাত্রীরা বের হতে পারেননি। আরও পড়ুন- Suvendu Adhikari: 'আপনারাও তৈরি থাকুন', মুকুলের বিধায়ক পদ যেতেই তৃণমূলের তাবড় বিধায়কদের নাম নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর এদিকে, এর আগেও গত রাতে মহারাষ্ট্রের নাসিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে একটি এসইউভির টায়ার ফেটে গিয়ে গাড়িটি উল্টে যায়। সেই দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় এবং পাঁচজন গুরুতর আহত হন।এদিনের ভয়াবহ দুর্ঘটনার পর পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ কয়েকটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। ঘটনার তদন্ত চলছে। আরও পড়ুন- মুকুলের বিধায়ক পদ খারিজ, শুভেন্দুর চরমবার্তা! মেট্রোয় নয়া নিয়ম, জাঁকিয়ে শীত দুয়ারেই, দিনের সেরা ৫ খবর জানুন
সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে রাজ্যের অনীহা! হলফনামা তলব হাই কোর্টের
আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের বক্তব্য জানতে চায় উচ্চ আদালত।
Barasat: চিকিৎসা চলাকালীন নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে, বারাসত মেডিক্যালে শোরগোল
Barasat Medical College: পরিবারের সদস্যদের কাছে ওই নাবালিকা সবটা খুলে বললে তাঁরা আর পুলিশে অভিযোগ জানাতে দেরি করেননি। তারপরই অ্যাকশন নেয় পুলিশ। বুধবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। এদিনই তাঁকে আদালতেও তোলা হয়।
Ganga Erosion: বিঘের পর বিঘে জমি কীভাবে গঙ্গা খাচ্ছে ভিডিয়োয় দেখুন
ইতিমধ্যে কয়েক মিটার গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। বুধবার সকাল থেকে ভাঙন শুরু হয়েছে ওই এলাকায়। গঙ্গা ভাঙনে এর আগে তলিয়ে গেছে সামশেরগঞ্জে বিঘার পর বিঘার জমি। এবার ফারাক্কায় পাথর দিয়ে বাঁধানো অংশ ভাঙনের কবলে।
Money Plant: সাধের মানি প্ল্যান্টের অবস্থা আচমকা খারাপ, শীতকালে এই গাছের যত্ন কীভাবে নেবেন জানুন
শীতকালে যখন তাপমাত্রা কমে যায়, তখন মানি প্ল্যান্টের বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়। সঠিক যত্ন না নিলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে বা বৃদ্ধি একেবারেই কমে যেতে পারে। শীতকালে এই গাছের বিশেষ প্রয়োজনগুলো বোঝা অত্যন্ত জরুরি।
Chanchal |বিজেপি নেতার ফোন থেকে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ল মহিলাদের অশ্লীল ছবি! কটাক্ষ তৃণমূলের
চাঁচল: হোয়াটসঅ্যাপ গ্রুপজুড়ে মহিলাদের অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগ উঠল বিজেপির (BJP) উত্তর মালদার যুব মোর্চার সভাপতি অয়ন রায়ের বিরুদ্ধে। তার নম্বর থেকে একাধিক গ্রুপে ছড়িয়ে যায় সেই ছবি। যা নিয়ে তোলপাড় চাঁচলে (Chanchal)। সেই ছবিগুলো ছড়িয়ে পড়ে বিজেপির সাংগঠনিক একাধিক গ্রুপেও। গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এমনটা হতে পারে বলে কটাক্ষ তৃণমূলের (TMC)। যদিও বিজেপির উত্তর […] The post Chanchal | বিজেপি নেতার ফোন থেকে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ল মহিলাদের অশ্লীল ছবি! কটাক্ষ তৃণমূলের appeared first on Uttarbanga Sambad .
১. মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ, আদালতের রায় সংবিধানের জয় বললেন শুভেন্দু দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকেও বাতিল করেছে আদালত। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে এই সিদ্ধান্ত। আদালতের রায়ের পর শুভেন্দু অধিকারী বলেছেন, “এটা সংবিধানের জয়, মমতার পরাজয়।” ২. রাজ্যজুড়ে নামছে পারদ, নভেম্বরেই জাঁকিয়ে পড়বে শীত মাঝ নভেম্বর পড়তেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ঠান্ডার আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষের দিকে আরও নামবে তাপমাত্রা। কলকাতায় পারদ ১৭–১৮ ডিগ্রি সেলসিয়াসে, পশ্চিমাঞ্চলে (বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর) নেমে যাচ্ছে ১৩–১৪ ডিগ্রিতে। শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে থাকবে ঠান্ডার দাপট। আরও পড়ুন- Kolkata weather:আবহাওয়া দফতরের পূর্বাভাসে বড়সড় চমক! শনিবারের পর হাড় কাঁপাবে ঠান্ডা? জেনে নিন লেটেস্ট আপডেট ৩. ফরাক্কায় কন্টেনার থেকে ১৬৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার এক গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফরাক্কায় নাকা চেকিংয়ের সময় এক কন্টেনার থেকে ১৬৮ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রের নেতৃত্বে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়। গ্রেফতার হয়েছে চালক। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানা গেছে। আরও পড়ুন- google search:খবরদার! ভুলেও গুগলে এই বিষয়গুলো সার্চ করবেন না, গ্রেফতার হতে পারেন! ৪. কলকাতা মেট্রোর নতুন নিয়ম: রবিবার পিক আওয়ারে শুধুমাত্র এক বুকিং কাউন্টার ১৬ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে গ্রিন লাইনের চারটি স্টেশনে— সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, মহাকরণ ও এসপ্ল্যানেড— রবিবার পিক আওয়ারে শুধুমাত্র একটি বুকিং কাউন্টার খোলা থাকবে। নন-পিক আওয়ারে কোনও কাউন্টার খোলা থাকবে না। যাত্রীরা টিকিট ও রিচার্জ করতে পারবেন ASCRM মেশিন বা ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে। ৫. শুভেন্দুর সতর্কবার্তা: এবার তৃণমূলের আরও বিধায়কের পদ খারিজ হবে আরও পড়ুন- Suvendu Adhikari: 'আপনারাও তৈরি থাকুন', মুকুলের বিধায়ক পদ যেতেই তৃণমূলের তাবড় বিধায়কদের নাম নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর মুকুল রায়ের পর এবার আরও কয়েকজন তৃণমূল বিধায়কের বিধায়ক পদ খারিজ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি নাম নিয়েই বলেন, “তন্ময় ঘোষ, সুমন কাঞ্জিলাল, তাপসী মণ্ডল— প্রস্তুত থাকুন, এবার একে একে সকলের বিধায়ক পদ খারিজ হবে।”
বাড়ির নীচের তলায় স্বপন কামিল্যাকে রাখা হয় দোতলায়। খাওয়া-দাওয়া এবং মদ্যপান চলে দেদার। পরবর্তীতে মত্ত অবস্থায় দেদার মারধর করা হয়। লাঠি, কোমরের বেল্ট, চড়, ঘুসি মারা হয় এলোপাথাড়ি। পুরো ঘটনাটি বাড়ির নীচের তলায় ঘটেছে বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা।
ডেটিং অ্যাপের ‘ফাঁদ’, অর্থের প্রলোভনে একাধিক বেআইনি কাজ! একইদিনে গ্রেপ্তার ৩ মহিলা
ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জলপাইগুড়ি: প্রায় দুই সপ্তাহ হয়ে গেল জলপাইগুড়ি মেডিকেল কলেজে (Jalpaiguri Medical College and Hospital) জেলা হাসপাতালের আল্ট্রাসনোগ্রাফি (ইউএসজি) মেশিন বিকল পড়ে। এতে হয়রানির শিকার হচ্ছে রোগীরা। একদিকে প্রসূতি বিভাগে ভর্তি থাকা অন্তঃসত্ত্বাদের ইউএসজি’র জন্য ছুটতে হচ্ছে প্রায় তিন কিলোমিটার দূরে সুপারস্পেশালিটি বিভাগে। আবার জেলা হাসপাতাল বিভাগের বহির্বিভাগে আসা রোগীদেরও যেতে হচ্ছে সুপারস্পেশালিটি বিভাগে। এই যেমন […] The post Jalpaiguri Medical College and Hospital | ইউএসজি মেশিন বিকলে দুর্ভোগ, জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে বাড়ছে ক্ষোভ appeared first on Uttarbanga Sambad .
একদিনেই কি ভোলবদল, মুখ খুলেও আচমকা সারাদিন ‘গৃহবন্দি’ পার্থ!
কী হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের?
Dhupguri |রাত জেগে পথকুকুরের শুশ্রূষায় তিন তরুণ
শুভাশিস বসাক, ধূপগুড়ি: গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথকুকুরের শুশ্রূষা করতে রাতভর চেষ্টা চালিয়ে গেলেন ধূপগুড়ির (Dhupguri) তিন তরুণ। তাঁদের সেই চেষ্টার ফলেই গাড়ির ধাক্কায় গুরুতর জখম সেই্ সারমেয় আপাতত সুস্থ। ঘটনা জানাজানি হওয়ার পর তিন তরুণের সেই প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে ধূপগুড়ির বাসিন্দাদের। কী ঘটেছিল? মঙ্গলবার রাতে ধূপগুড়ি থেকে শিলিগুড়িগামী জাতীয় সড়কের ওপর একটি পথকুকুর গাড়ির […] The post Dhupguri | রাত জেগে পথকুকুরের শুশ্রূষায় তিন তরুণ appeared first on Uttarbanga Sambad .
Abhishek Banerjee: এসআইআরের মাঝে নভেম্বরেই পথে অভিষেক, যাত্রা শুরু উত্তর থেকেই
Abhishek Banerjee on SIR: শেষ লোকসভা ভোটে উত্তরে বিজেপির একাধিক শক্ত ঘাঁটিতে থাবা বসিয়েছিল তৃণমূল। সামনে এসেছিল চমকপ্রদ ফল। দলীয় কর্মীদেরও মনোবলও অনেকটাই চাঙ্গা হয়েছিল। এদিকে সাম্প্রতিককালে এসআইআর শুরুর আগে উত্তরবঙ্গের একাধিক জেলার বাসিন্দাদের কাছে গিয়েছিল এনআরসি-র নোটিস।
Delhi Blast: দিল্লি বিস্ফোরণের তদন্তে গোয়েন্দারা, আর কোন-কোন জায়গা টার্গেটে ছিল জানেন?
Red Fort News:উমরদের টার্গেটে ছিল মহারাষ্ট্রের মন্দিরও। দিল্লিতে টার্গেট ছিল ইন্ডিয়া গেট, লালকেল্লা, কনস্টিটিউশন ক্লাব, গৌরিশঙ্কর মন্দির, রেল স্টেশন, শপিং মল প্রভৃতি। সূত্রের খবর, দীপাবলিতেও নাশকতা ছড়ানোর পরিকল্পনা ছিল। বিস্ফোরক কোথায় রাখলে বেশি ক্ষতি হবে তা একাধিকবার রেইকি করে মোজাম্মিল ও উমর। তবে নিরাপত্তার কড়াকড়িতে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
Shukri Conrad |ডব্লিউটিসি ফাইনালের সঙ্গে ভারত সফরের তুলনায় কনরাড
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতা : কথায় বলে, মেজাজটাই আসল রাজা। একজন মানুষের মেজাজ কখন ভালো থাকে? যখন তার জীবন ও কেরিয়ারে এগিয়ে চলার পথে সবকিছু পরিকল্পনামাফিক হয়। আন্তর্জাতিক ক্রিকেটের আসরে এমন ভাবনার সেরা উদাহরণ হতে পারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ক্রিকেট দুনিয়ায় বহু বছর ধরেই ‘চোকার্স’ তকমা সেঁটে ছিল প্রোটিয়াদের সঙ্গে। টেম্বা বাভুমা, আইডেন মার্করামরা সেই […] The post Shukri Conrad | ডব্লিউটিসি ফাইনালের সঙ্গে ভারত সফরের তুলনায় কনরাড appeared first on Uttarbanga Sambad .
ভাড়াটিয়াদের তথ্য পাচ্ছে না পুলিশ
শিলিগুড়ি: সময় এগোতেই থিতিয়ে পড়েছে পুলিশ প্রশাসনের ভাড়াটিয়া তথ্য সম্পর্কিত সচেতনতামূলক শিবির। ভাড়াটিয়া সম্পর্কে বাড়ির মালিকরা যাতে পুলিশ প্রশাসনকে তথ্য দেয়, সেই ব্যাপারেই থানাভিত্তিক শহরের বিভিন্ন অ্যাপার্টমেন্ট, পাড়ায় সচেতনতামূলক শিবির শুরু করেছিল পুলিশ প্রশাসন। যদিও কিছুদিন যেতে না যেতেই সেই সচেতনতামূলক কর্মসূচি উধাও হয়ে গিয়েছে। শহর সংলগ্ন এলাকায় একের পর এক বসতি গড়ে উঠছে। সেখানে […] The post ভাড়াটিয়াদের তথ্য পাচ্ছে না পুলিশ appeared first on Uttarbanga Sambad .
Chicken Cooking Tips: ম্যারিনেশন কি সত্যিই চিকেনকে সুস্বাদু করে তোলে?
রান্না করার আগে মাংস, বিশেষ করে মুরগির মাংসকে দই, মশলা বা অ্যাসিডযুক্ত কোনও মিশ্রণে মাখিয়ে রাখার প্রক্রিয়াকে ম্যারিনেশন বলা হয়। অনেকের মনেই প্রশ্ন জাগে, এই ম্যারিনেশন কি কেবলই সময়ের অপচয়, নাকি এটি সত্যিই মাংসের স্বাদ বাড়াতে এবং এটিকে নরম করতে সাহায্য করে?

19 C