West Bengal Weather: শীত সঙ্গে নিয়েই পালাল পৌষ! কাশ্মীরের ঝঞ্ঝায় সোমবার থেকেই বদলে যাবে বাংলার হাওয়া
Winter Update: শনিবার থেকে সোমবার পর্যন্ত বাড়বে কুয়াশার ঘনঘটা বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।
Entertainment latest live news updates: রহমান পড়তেন ব্রাহ্মণ স্কুলে? রামায়ণ প্রসঙ্গে...
Entertainment latest live news updates: AR Rahman: ২০২৫ সালটা যেন এ আর রহমানের জীবনে নতুন করে এক সিম্ফোনি রচনা করেছে। প্রতিটি দিন যেন একটি নতুন সূর, একটি নতুন তাল- এবং এর মাঝখানেই তিনি নীরবে তৈরি করতে শুরু করেছেন তাঁর স্বপ্নের প্রকল্প, 'Gandhi Talks' অ্যালবামটি। বছর শেষে নীতেশ তিওয়ারির রামায়ণ মুক্তির আগেই চারদিকে গুঞ্জন- রহমানকে এইবার দেখা যাবে কিংবদন্তি হ্যান্স জিমারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। দুই মহাদেশ, দুই সংস্কৃতি, দুই আলাদা সঙ্গীতভুবনের দুই দিকপাল- একই সুরের নীচে মিলিত হতে চলেছেন।
প্রায় তিন দশক আগে যখন বর্ডার মুক্তি পেয়েছিল, তখন যুদ্ধক্ষেত্রের বিস্ফোরণ, ট্যাঙ্কের গর্জন কিংবা সানি দেওলের বজ্রধ্বনি- সব কিছু মিলিয়ে ছবিটি দর্শকদের মনে তীব্র ছাপ ফেলেছিল। কিন্তু সেই তুমুল উত্তেজনার মাঝেও একটুকরো নীরবতা, একটুকরো কোমল আলো জ্বলেছিল পর্দায়- শর্বনী মুখার্জির উপস্থিতিতে। সুনীল শেঠির স্ত্রী ফুলবতীর চরিত্রে তার সংযত, শান্ত অভিনয় যেন যুদ্ধের মধ্যে নারীদের অদৃশ্য শক্তির প্রতিনিধিত্ব করেছিল। পর্দায় তার সময় কম ছিল, কিন্তু প্রভাব ছিল গভীর ও স্থায়ী। এই নীরবতাকে আরও গভীর করে তুলেছিল গান- “অ্যায় যায়ে হুয়ে লামহো”। কয়েকটি দৃশ্যেই তিনি দর্শকদের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে চলে গিয়েছিলেন। তার চোখের ভাষা, অভিব্যক্তির সূক্ষ্মতা, এমনভাবে মন ছুঁয়েছিল যে তিনি রাতারাতি জাতীয় ক্রাশ হয়ে ওঠেন। এমন এক সময়ে যখন গ্ল্যামারকে অগ্রাধিকার দেওয়া হতো, শর্বনীর উপস্থিতি ছিল অস্বাভাবিকভাবে বাস্তব এবং গভীর। AR Rahman: মুসলিম হয়েও রামায়ণের সঙ্গীত রচয়িতা, 'আমি ব্রাহ্মণ স্কুলে পড়েছি', বিস্ফোরক রহমান চলচ্চিত্র পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও তার পথ ছিল সম্পূর্ণ অন্যরকম। কাজল তখন বলিউডের বড় তারকা, রানি দ্রুত উত্থান ঘটাচ্ছেন। মনে হয়েছিল শর্বনীও একই সিঁড়িতে উঠবেন। কিন্তু ভাগ্য তার জন্য ভিন্ন গল্প লিখেছিল। বর্ডারের সাফল্যের পর তিনি “ঘর আজা সোনিয়া” মিউজিক ভিডিওতে অভিনয় করেন- যা জনপ্রিয় হয়েও তাকে বলিউডে পোক্ত জায়গা দিতে পারেনি। পরবর্তীতে তিনি মিত্তি, আনশ, ক্যাসে কাহুন কে পেয়ার হ্যায়, আনজানে- এমন আরও কিছু ছবিতে অভিনয় করেন, কিন্তু কোনটিই তাকে তারকাখ্যাতিতে পৌঁছে দিতে পারেনি। তিনি ভোজপুরি সিনেমাতেও অভিনয় করেছিলেন, ধর্তি কাহে পুকার কে- যা হিট হলেও তিনি সেই ইন্ডাস্ট্রিতে আর ফেরেননি। অবশেষে মালায়ালাম চলচ্চিত্রই তার প্রকৃত শিল্পীসত্তার জায়গা খুঁজে দিয়েছিল। সুফি পরাঞ্জা কথা- এ তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়। একজন হিন্দু নারীর চরিত্র, যিনি ভালোবাসার টানে সমাজের নিয়ম ভেঙে পালিয়ে যান। এমন সংবেদনশীল চরিত্রে তিনি অসাধারণ দক্ষতা দেখান। এরপর আথমাকথা- যা একাধিক পুরস্কার জিতে নেয়- তাতেও তার অভিনয় প্রশংসিত হয়। Shaan-KK Death: কেকে-র মৃত্যু থমকে দেয় শানকে, তারপরেই তড়িঘড়ি এই কাজ করেছিলেন গায়ক! কিন্তু যখন তিনি আলোচনার কেন্দ্রে, তখনই শর্বানী শান্তভাবে বিদায় নিলেন অভিনয়জীবন থেকে। কোনও ঘোষণা নয়, কোনও নাটক নয়। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন- তিনি শুধু সিনেমায় অভিনয় নয়, শেখা, অন্বেষণ, হয়তো ভবিষ্যতে পরিচালনার কথা ভাবছেন। কিন্তু সেই অধ্যায় আর খোলা হয়নি। আজ তিনি আড়ালে থাকেন। মাঝে মাঝে দুর্গাপুজোর প্যান্ডেলে দেখা মেলে- আর সেই ক্ষণস্থায়ী ছবি মানুষকে ফিরিয়ে নিয়ে যায় সেই একটুকরো নীরব সৌন্দর্যের যুগে, যে সৌন্দর্য হারিয়েও যায়নি, শুধু দূরে সরে গেছে।
Jalpaiguri | লস্কর জঙ্গিকে খতম করে ‘গ্যালান্ট্রি মেডেল’পেলেন বানারহাটের ছেলে মেজর রাহুল রোকা
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: একা হাতে নিকেশ করেছিলেন লস্কর-ই-তৈবার একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে। এই সাহসিকতার জন্য জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাটের (Banarhat) ডায়না চা বাগান (Daina Tea Garden) তথা উত্তরবঙ্গের ঘরের ছেলে মেজর রাহুল রোকা গ্যালান্ট্রি মেডেল (Gallantry Medal) পেলেন। বুধবার রাজস্থানের রাজধানী জয়পুরে সেনাবাহিনীর অনুষ্ঠানে রাহুলকে এই সম্মানে ভূষিত করেন চিফ অফ দ্য আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র […] The post Jalpaiguri |লস্কর জঙ্গিকে খতম করে ‘গ্যালান্ট্রি মেডেল’ পেলেন বানারহাটের ছেলে মেজর রাহুল রোকা appeared first on Uttarbanga Sambad .
পূর্ব যাদবপুরে বিএলও-র মৃত্যুতে পুলিশের দ্বারস্থ স্ত্রী, পাশে থাকার আশ্বাস অভিষেকের
ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। এদিকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
শীতকাল, তবুও ইলেকট্রিক বিল আকাশছোঁয়া? ভুল আপনারই, জানুন বিল কমানোর উপায়
অনেকেই ভাবেন শীতে যান্ত্রিক ব্যবহার কম মানেই বিল কমবে। কিন্তু বাস্তবে পুরনো ফ্রিজ, হিটার বা গিজার ঠান্ডা আবহাওয়ায় আরও বেশি বিদ্যুৎ টানে, কারণ সেগুলোর ইনসুলেশন ও মোটর দক্ষতা কমে যায়। বিশেষজ্ঞদের মতে, ১০ বছরের বেশি পুরনো ফ্রিজ নতুন ফ্রিজের তুলনায় প্রায় ৩০–৪০% বেশি বিদ্যুৎ খরচ করে, শীতে ব্যতিক্রম হয় না।
Machado Gifted Nobel Medal to Trump: নোবেল পেলেন ট্রাম্প, হতভম্ব 'নোবেল কমিটি'
Machado Gifted Nobel Medal to Trump: নোবেল পুরস্কার ঘিরে এক অস্বাভাবিক ঘটনায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া করিনা মাচাদো হোয়াইট হাউসে এক বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দেন। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে একজন নোবেল জয়ী কি তাঁর পুরস্কার অন্য কারুর হাতে তুলে দিতে পারেন? এই প্রেক্ষিতেই নোবেল ইনস্টিটিউট ও নরওয়েজিয়ান নোবেল কমিটি তাদের অবস্থান স্পষ্ট করেছে। আরও পড়ুন- মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, নোবেল পুরস্কার একবার প্রদান করা হলে তা কখনও প্রত্যাহার, বা অন্য কাউকে হস্তান্তর করা যায় না। কমিটির বক্তব্য অনুযায়ী, পদকের মালিকানা বদলাতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার জয়ীর পরিচয় কখনও পরিবর্তিত হয় না। অর্থাৎ, মাচাদো পদক কাউকে উপহার দিলেও নোবেল জয়ী হিসেবে তাঁর নামই বহাল থাকবে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে মাচাদোর এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভেনেজুয়েলায় ক্ষমতার লড়াইয়ে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন না পাওয়ার পর এই পদক উপহারকে মাচাদোর একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। পদক গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, “তিনি আমাকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক দিয়েছেন, এটি আমার জন্য এক মহান সম্মান।” ট্রাম্প মাচাদোর প্রশংসা করে তাঁকে “খুব বড় মনের মহিলা” বলে উল্লেখ করেন এবং বলেন, তিনি জীবনে বহু কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আরও পড়ুন- শীঘ্রই শুরু বিএমসি সহ ২৯ পুরসভার ভোট গণনা, ফলাফলে নজর গোটা দেশের মাচাদোর হাত থেকে নোবেল পুরষ্কারের পদক পাবার পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “আমি যে কাজ করেছি তার জন্য মারিয়া আমাকে তার নোবেল শান্তি পুরস্কারটি উপহার দিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধার কী এক চমৎকার নিদর্শন! ধন্যবাদ মারিয়া!” হোয়াইট হাউস ছাড়ার পর মাচাদো সাংবাদিকদের জানান, “আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের পদক প্রদান করেছি। ভেনেজুয়েলার স্বাধীনতার প্রশ্নে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক দেওয়া হয়েছে।” এরপর তিনি মার্কিন সংসদ ভবন ক্যাপিটল হিলের উদ্দেশ্যে রওনা হন। আরও পড়ুন- মায়াপুরে রুম বুকিংয়ের নামে বিরাট প্রতারণা, অভিযোগ পেতেই 'অ্যাকশনে' ইসকন, ভক্ত ও তীর্থযাত্রীদের জন্য জারি সতর্কতা নোবেল ইনস্টিটিউটের পক্ষ থেকে আবারও স্পষ্ট করে জানানো হয়েছে, এই পদক দেওয়া বা গ্রহণ পুরোপুরি প্রতীকী। মাচাদো তাঁর নোবেল পুরস্কার অন্য কাউকে দান করতে পারেন না। তবুও বিষয়টি আলোচনায় এসেছে, কারণ ট্রাম্প দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্প চাইলে এই পদক নিজের কাছেই রাখতে পারেন, তবে নোবেল জয়ীর মর্যাদা কোনওভাবেই পরিবর্তিত হবে না। The #NobelPeacePrize medal. It measures 6.6 cm in diameter, weighs 196 grams and is struck in gold. On its face, a portrait of Alfred Nobel and on its reverse, three naked men holding around each other’s shoulders as a sign of brotherhood. A design unchanged for 120 years. Did… pic.twitter.com/Jdjgf3Ud2A — Nobel Peace Center (@NobelPeaceOslo) January 15, 2026 উল্লেখ্য, ওয়াশিংটনে আসার আগে দীর্ঘদিন ধরে মাচাদোকে জনসমক্ষে দেখা যায়নি। গত মাসে তিনি নরওয়ে সফরে যান, যেখানে তাঁর অনুপস্থিতিতে তাঁর মেয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। এর আগে প্রায় ১১ মাস ধরে মাচাদো ভেনেজুয়েলায় আত্মগোপনে ছিলেন। আরও পড়ুন- 'আপনি তো দেবতাদেরও ছাড়ছেন না', মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে মমতাকে তুলোধোনা শঙ্কর ঘোষের
Indian Railways: আগামী রবিবার, ১৮ জানুয়ারি এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিনেই সাঁতরাগাছি থেকে হাওড়া হয়ে আনন্দ বিহার পর্যন্ত যাত্রা করবে এই অমৃত ভারত এক্সপ্রেস। এরপর সপ্তাহের প্রতি বৃহস্পতিবার হাওড়া এবং শিয়ালদহ থেকে ছাড়বে অমৃত ভারত এক্সপ্রেস।
গত জন্মের পাপ কি এই জন্মে আপনার দুঃখের কারণ? কী বলছে পুরাণ?
শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ২২ নম্বর শ্লোকে বলা হয়েছে, আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে—ঠিক যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে। গীতার এই শ্লোকের মাধ্যমে স্পষ্টভাবে পুনর্জন্মের ধারণা পাওয়া যায়,গীতা বলে আত্মা শুধু এক জীবনে সীমাবদ্ধ নয়।
আয়ুষ্মান চক্রবর্তী, আলিপুরদুয়ার: সন্তোষ ট্রফির বাংলা দলে সুযোগ পেলেন আলিপুরদুয়ারের বিকি থাপা (Biki Thapa Santosh Trophy Bengal)। এর আগেও আলিপুরদুয়ার (Alipurduar) জেলা থেকে শুভম রায় ও আদিত্য থাপা সন্তোষ ট্রফির বাংলা দলে সুযোগ পেয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হল বিকির নাম। বুধবার বাংলা দলে বিকির নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়ে জেলার ক্রীড়া মহল। […] The post Biki Thapa Santosh Trophy Bengal | স্বপ্নপূরণ! আলিপুরদুয়ারের বিকি থাপা এবার সন্তোষ ট্রফির বাংলা দলে, খুশির হাওয়া ডুয়ার্সে appeared first on Uttarbanga Sambad .
Indoor Plants: ঘর হবে শান্তির নীড়! পজিটিভ এনার্জি ও সৌভাগ্য ফেরাতে ঘরে রাখুন এই ৮টি গাছ
Home Decor with Plants: ইট-পাথরের ব্যস্ত জীবনে মানসিক প্রশান্তি আর ইতিবাচক পরিবেশের খোঁজে আমরা কত কিছুই না করি। কিন্তু জানলে অবাক হবেন, আপনার ঘরের কোণে রাখা একটি ছোট্ট সজীব গাছই বদলে দিতে পারে আপনার জীবনযাত্রা। বাস্তুশাস্ত্র এবং ফেং শুই মতে, এমন কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে যা কেবল বাতাস পরিষ্কারই করে না, বরং ঘরকে ভরে তোলে ইতিবাচক শক্তি (Positive Energy) সৌভাগ্য এবং মানসিক প্রশান্তিতে। সূর্য আর পৃথিবীর শক্তি দিয়ে তৈরি এই সবুজ বন্ধুরাই হতে পারে আপনার ঘরের নেতিবাচকতা দূর করার প্রধান অস্ত্র। বিশেষজ্ঞ এবং প্রাচীন শাস্ত্রের নিরিখে সেরা ৮টি গাছের তালিকা নিচে দেওয়া হলো: ১. মানিপ্ল্যান্ট (Money Plant) আর্থিক সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে মানিপ্ল্যান্টের জুড়ি মেলা ভার। এই গাছের লতাগুলো ওপরের দিকে বেড়ে ওঠে, যা জীবনে অগ্রগতির ইঙ্গিত দেয়। এটি বাতাস থেকে টক্সিন দূর করে মানসিক চাপ কমাতে সাহায্য করে। ড্রয়িং রুম বা পড়ার ঘরে এই গাছ রাখা সবচেয়ে ভালো। আরও পড়ুন- Guava Health Benefits: হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে অব্যর্থ এই ফল, গুণ জানলে আজ থেকেই খাবেন! ২. লাকি ব্যাম্বু (Lucky Bamboo) নামের মধ্যেই যার পরিচয়। ফেং শুই মতে, লাকি ব্যাম্বু ঘরে সৌভাগ্য এবং আনন্দের বার্তা নিয়ে আসে। কাণ্ডের সংখ্যার ওপর ভিত্তি করে এটি স্বাস্থ্য ও অর্থ লাভের সহায়ক হয়। খুব কম যত্নেই এটি বেঁচে থাকে বলে গৃহসজ্জার জন্য এটি অত্যন্ত জনপ্রিয়। ৩. পিস লিলি (Peace Lily) শান্তি ও সামঞ্জস্যের প্রতীক হলো পিস লিলি। এর চমৎকার সাদা ফুল এবং গাঢ় সবুজ পাতা ঘরের নেতিবাচক শক্তি শুষে নেয়। এটি পরোক্ষ আলোতে ভালো থাকে এবং যে কোনো স্থানে প্রশান্তিময় পরিবেশ তৈরি করে। আরও পড়ুন- Pumpkin Seeds for Weight Loss: দ্রুত ওজন কমাতে চান? খাদ্যতালিকায় রাখুন এই জিনিসটি! ওজন নামবে হুড়মুড়িয়ে ৪. তুলসী (Holy Basil) ভারতীয় প্রতিটি পরিবারে তুলসী এক পবিত্র নাম। এটি কেবল ভেষজ গুণেই সমৃদ্ধ নয়, বাস্তু মতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে এর বিকল্প নেই। এটি বাতাসকে পরিশুদ্ধ রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। ৫. স্নেক প্ল্যান্ট (Snake Plant) আধুনিক ঘর সাজাতে স্নেক প্ল্যান্ট এখন সবার পছন্দ। এটি রাতের বেলা অক্সিজেন ত্যাগ করে, তাই শোবার ঘরের জন্য এটি আদর্শ। এটি ঘরের দূষিত বায়ু শুষে নেয় এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে। আরও পড়ুন- 5 Minute Walking for Longevity: আয়ু বাড়বে, দিনে মাত্র ৫ মিনিট করুন এই কাজ, কী বলছে গবেষণা? ৬. অ্যারিকা পাম (Areca Palm) ঘরে আভিজাত্য আনতে এবং আর্দ্রতা বজায় রাখতে অ্যারিকা পাম অতুলনীয়। ফেং শুই মতে, এটি ঘরের শক্তির ভারসাম্য রক্ষা করে এবং একটি শান্ত পরিবেশ তৈরি করে। বড় হলরুম বা বসার ঘরের কোণে এটি রাখতে পারেন। ৭. অ্যালোভেরা (Aloe Vera) অ্যালোভেরা কেবল ত্বকের যত্নেই নয়, ঘরের বাতাস পরিষ্কার রাখতেও ম্যাজিকের মতো কাজ করে। এটি ঘর থেকে ক্ষতিকারক দূষণকারী পদার্থ সরিয়ে ফেলে এবং ইতিবাচক ভাইব তৈরি করে। রোদ উজ্জ্বল জানালার পাশে এটি রাখা সবচেয়ে কার্যকর। আরও পড়ুন- Paediatric Hypertension Explained: শিশুদের উচ্চ রক্তচাপ কী, কেন বাড়ছে এবং কতটা বিপজ্জনক? ৮. জুঁই বা জেসমিন (Jasmine) জুঁই ফুলের মিষ্টি সুবাস মনকে চনমনে করে তোলে এবং দুশ্চিন্তা কমায়। ভালোবাসা এবং মানসিক প্রশান্তি বাড়াতে এই গাছ দারুণ কাজ করে। পরোক্ষ সূর্যের আলো পড়ে এমন জানালার পাশে জুঁই গাছ রাখলে সারা ঘর পজিটিভ এনার্জিতে ভরে ওঠে।
আটকে ট্রেন, বন্ধ পথ, নাকাল যাত্রীরা! উত্তর-দক্ষিণকে ছিন্ন করল বিক্ষোভের বেলডাঙা, ঘটনাস্থলে অধীর
অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। গিয়েছেন মৃতের বাড়িতেও।
গৌরহরি দাস, কোচবিহার: বসে যাওয়ার জন্য ছয়টি ভলভো বাস আগেই চালু হয়েছে। এবার ভলভো স্লিপার বাস (Volvo Sleeper Inauguration) চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। আগামীকাল শিলিগুড়ি থেকে ছয়টি ভলভো স্লিপার বাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার রাতের মধ্যে বাসগুলি কোচবিহারের বাস টার্মিনাসে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে […] The post Volvo Sleeper Inauguration | উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর: ৬টি অত্যাধুনিক ভলভো স্লিপার বাসের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী appeared first on Uttarbanga Sambad .
Malda News |আলোর নীচে অন্ধকার: মোদির মালদা সফর ঘিরে স্টেশন চত্বরের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত
কল্লোল মজুমদার, মালদা: টিকিট কাউন্টারের পাশ দিয়ে মালদা (Malda News) স্টেশনে ঢোকার পর ডানদিকে আর বাঁদিকে পরপর অনেকগুলো দোকান। চা, কফি, নানারকম বিস্কুট, মুখরোচক খাবারের পাশাপাশি মিল অর্থাৎ ভাত-ডাল ইত্যাদিও বিক্রি হয় সেসব দোকানে। চা পানের ছুতোয় খোলামেলা কথা হচ্ছিল এমনই এক দোকানির সঙ্গে। আরেক ‘চাওয়ালার’ প্রসঙ্গ উঠতেই মালদা স্টেশনের (Malda Station) সেই চাওয়ালা কেমন […] The post Malda News | আলোর নীচে অন্ধকার: মোদির মালদা সফর ঘিরে স্টেশন চত্বরের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত appeared first on Uttarbanga Sambad .
Bangladesh Violence Against Hindus: সিলেটের গোয়াইহাট উপজেলার বাহোর গ্রামের বাসিন্দা বীরেন্দ্র কুমার দে। পেশায় তিনি শিক্ষক। সকলের কাছে পরিচিত ঝানু স্যর হিসাবেই। অত্যন্ত ভাল ব্যবহার তাঁর। সকলের সঙ্গেই সম্প্রীতি ছিল। সেই শিক্ষকও এমন ধর্মবিদ্বেষের মুখে পড়বেন, তা কল্পনা করতে পারেননি।
আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকেই সরাসরি ড্রেসিং রুমে তিরস্কার! জানেন কে এই ভারতীয় তারকা?
ক্রিকেট ও আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র এক সময় নতুন কোনও বিষয় ছিল না। আশির ও নব্বইয়ের দশকে ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে ক্রিকেটারদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বারবার উঠে এসেছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম। বিশেষ করে শারজাহর মতো আন্তর্জাতিক ভেন্যুতে তাঁর প্রভাব এতটাই বিস্তৃত ছিল বলে দাবি করা হত যে বহু বিশিষ্ট ব্যক্তিও তাঁর সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চাইতেন না। তবে ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন একজন অধিনায়ক ছিলেন, যিনি দাউদের প্রভাব কিংবা প্রলোভনের কাছে মাথা নত করেননি। তিনি আর কেউ নন, কপিল দেব। ক্রিকেট দুনিয়ায় ভূমিকম্প, এই মহিলাকে বারে বারে টেক্সট করতেন সূর্যকুমার যাদব? অভিযোগের পাল্টা ১০০ কোটির মামলা ঘটনাটি ১৯৮৬ সালের। সংযুক্ত আরব আমিরশাহীর। ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি ত্রি-দেশীয় সিরিজ অনুষ্ঠিত হচ্ছিল। ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। ম্যাচের আগের দিন অনুশীলন শেষে ভারতীয় দল শারজাহ স্টেডিয়ামের ড্রেসিংরুমে ছিল। সেই সময় জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী মেহমুদ কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। খেলোয়াড়দের জানানো হয়েছিল, তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। পরে জানা যায়, সেই ব্যক্তি আসলে দাউদ ইব্রাহিম। ড্রেসিংরুমে কথোপকথনের এক পর্যায়ে দাউদ একটি চাঞ্চল্যকর প্রস্তাব দেন। তিনি জানান, যদি ভারত ফাইনালে পাকিস্তানকে হারাতে পারে, তবে দলের প্রতিটি খেলোয়াড়কে একটি করে টয়োটা করোলা গাড়ি উপহার দেওয়া হবে। সেই সময়ে বিদেশি গাড়ি পাওয়া ছিল বড় বিষয়। এই প্রস্তাব শুনে খেলোয়াড়রা হতবাক হয়ে যান এবং কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি। কেকেআরের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর পদক্ষেপের পথে মুস্তাফিজুর রহমান? বিস্ফোরক খবরে তোলপাড় ক্রিকেট বিশ্ব ঠিক তখনই সংবাদ সম্মেলন সেরে ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব ড্রেসিংরুমে ফিরে আসেন। ভেতরে বাইরের লোকজনকে দেখে তাঁর মেজাজ সঙ্গে সঙ্গেই সপ্তমে পৌঁছায়। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার প্রশ্নে আপসহীন কপিল দেব প্রথমে বিনয়ের সঙ্গে মেহমুদকে চলে যেতে বলেন। এরপর এক অপরিচিত ব্যক্তির দিকে ইঙ্গিত করে দৃঢ় কণ্ঠে বলেন, “এটা কে? এখনই বেরিয়ে যান।” কপিল দেবের আত্মবিশ্বাসী ও কঠোর আচরণের সামনে দাউদ ইব্রাহিম কোনও কথাবার্তা না বাড়িয়ে নীরবে ড্রেসিংরুম ছেড়ে চলে যান। পরে সতীর্থরা কপিলকে জানান, যাঁকে তিনি তিরস্কার করে বের করে দিয়েছেন তিনি সাধারণ কেউ নন, স্বয়ং দাউদ ইব্রাহিম। এই কথা শোনার পরেও কপিল দেবের মুখে ভয় বা অনুশোচনার কোনও ছাপ দেখা যায়নি। ভারতীয় ক্রিকেটে নৈতিকতা ও সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই এই ঘটনাটি আজও স্মরণ করা হয়। IND vs NZ 1st ODI Highlights: শেষবেলায় 'বাজিগর' রাহুল, ভাঙা পায়েই জেতালেন সুন্দর
৯ বছরের ছোট পাত্রীর সঙ্গে বিয়ের গুঞ্জনে তোলপাড় বলিউড-দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি।
মোহনবাগান ক্লাবের লন একেবারে মিলনমেলায় পরিণত হয়েছিল। অতীতের ক্রিকেটারদের সঙ্গে বর্তমান টিমের ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন।
Honey Singh: ‘আমি কাউকে আঘাত করতে চাইনি', কনসার্টে অশ্লীল মন্তব্যের কারণে বিতর্কে হানি সিং!
দিল্লিতে নানকু ও করুণের কনসার্টে বিতর্কিত মন্তব্য করার পর, র্যাপার হানি সিং এক অভূতপূর্ব সমালোচনার ঝড়ের মধ্যে পড়েন। সামাজিক মাধ্যমে তার কথার ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকেই ক্ষুব্ধ হন, কেউ কেউ আবার তার ভাষা ব্যবহারের জন্য তীব্র প্রতিক্রিয়া জানান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে অবশেষে হানিকেই সামনে এসে ব্যাখ্যা দিতে হয়। বৃহস্পতিবার তিনি একটি ভিডিও বার্তা ইনস্টাগ্রামে পোস্ট করেন, যেখানে তিনি জানান- তিনি আসলে শোতে অতিথি ছিলেন এবং তার মন্তব্যের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। ভিডিওতে হানি বলেন, সম্প্রতি তিনি বিভিন্ন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। তারা তাকে জানিয়েছেন যে জেনারেশন জেডের অনেক তরুণ তরুণী, অনিরাপদ যৌনমিলনের ফলে নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এই পরিসংখ্যান শুনেই তার মনে হয়েছিল, সুযোগ পেলে তিনি নবীন প্রজন্মকে এই সম্পর্কে সচেতন করবেন। তাই কনসার্টের দর্শককে, যখন তিনি দেখলেন মূলত জেনারেশন জেড, তখনই তিনি ভাবেন, তাদের ভাষায়, তাদের টোনে, তাদের বোধগম্যভাবে একটি সতর্কবার্তা দেওয়া উচিত। মুসলিম হয়েও পশুপতিনাথ মন্দিরে বিশেষ অনুমতি পান নায়িকারা! এই সিনেমার গল্প বদলাতে বাধ্য হন দেব আনন্দ? কিন্তু তার সেই ‘মেসেজ’ উল্টোই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। হানি বলেন, “অনেকের কাছে আমার ভাষা খারাপ লেগেছে, এবং আমি সত্যিই দুঃখিত। আমার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। মানুষ ভুল করে, আমিও করেছি।” তার স্বীকারোক্তিতে স্পষ্ট ছিল অনুতাপ এবং সংযমের প্রতিশ্রুতি। তিনি আরও জানান, এখন থেকে তিনি নিজের ভাষার প্রতি আরও সতর্ক থাকবেন- কীভাবে, কোন প্রসঙ্গে, কাদের সামনে তিনি কথা বলছেন, সে সব বিষয় মাথায় রেখে। ভিডিওর শেষে হানি সিং বলেন, “আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি আপনাদের কাছের ইয়ো ইয়ো হানি সিং। এভাবেই ভালবাসা দিতে থাকবেন।” অর্থাৎ, তিনি ক্ষমা চেয়ে ভক্তদের কাছে আগের মতো ভালোবাসা চেয়েছেন। AR Rahman: মুসলিম হয়েও রামায়ণের সঙ্গীত রচয়িতা, 'আমি ব্রাহ্মণ স্কুলে পড়েছি', বিস্ফোরক রহমান তবে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া থেমে নেই। কেউ তাকে ব্যঙ্গ করেছেন, আবার কেউ বলেছেন, “তার অশ্লীল গানই তাকে খ্যাতি দিয়েছে।” আরেকটি মন্তব্যে লেখা, “আমার মনে হয় আবার সময় এসেছে সে অদৃশ্য হয়ে যাওয়ার।”
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরও এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু। ঝাড়খণ্ডে (Jharkhand) মুর্শিদাবাদের (Murshidabad) এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্র হয়ে উঠল বেলডাঙার সুজাপুর। দোষীদের শাস্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ (Beldanga Protest) দেখান গ্রামবাসীরা। অবরুদ্ধ হয়ে পড়ে বেলডাঙা স্টেশনও, যার জেরে শিয়ালদা-লালগোলা শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। […] The post Murshidabad | ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিককে ‘পিটিয়ে খুন’! দেহ ফিরতেই রণক্ষেত্র বেলডাঙা, জাতীয় সড়ক ও রেল অবরোধে স্তব্ধ জনজীবন appeared first on Uttarbanga Sambad .
Guava Health Benefits: হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে অব্যর্থ এই ফল, গুণ জানলে আজ থেকেই খাবেন!
Guava Health Benefits: বাজারে আকছার পাওয়া যাওয়া বিভিন্ন ফলকে আমরা অনেক সময়ই সাধারণ একটি ফল হিসেবে দেখে থাকি, কিন্তু আধুনিক পুষ্টিবিজ্ঞান এবং চিকিৎসা বিশেষজ্ঞদের মতে এই ফলের গুণাগুণ যে কোনও দামি সুপারফুডের থেকে কম নয়। ভারতীয় বাড়িতে সহজেই পাওয়া যায় এমন ফলে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ, যা নিয়মিত খেলে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এমনকী ক্যান্সারের ঝুঁকিও অনেকটাই কমানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় এইরকম একটি ফলকে গুরুত্ব দিলে সামগ্রিক স্বাস্থ্যে বড় পরিবর্তন আসতে পারে। চিকিৎসক যা জানিয়েছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. শুভম বাৎস্য সামাজিক মাধ্যমে তাঁর সাম্প্রতিক এক ভিডিওতে জানিয়েছেন, পেয়ারায় কমলার তুলনায় প্রায় চারগুণ বেশি ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তনালিকে সুস্থ রাখতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত পেয়ারা খাওয়ার অভ্যাস ধমনীর ভেতরে চর্বি জমা রোধ করতে সাহায্য করে, ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে। আরও পড়ুন- লোকটাক ছাড়াও রয়েছে অচেনা স্বর্গ, মণিপুরে ঘুরে দেখতেই হবে এই জায়গাগুলি হৃদরোগের ক্ষেত্রে পেয়ারার সবচেয়ে বড় ভূমিকা হল এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধ। পেয়ারায় থাকা দ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বজায় রাখে। এর ফলে হৃদপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ে না এবং রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে। নিয়মিত সকালের টিফিনে পেয়ারার অন্তর্ভুক্তি হৃদযন্ত্রকে দীর্ঘদিন সুস্থ রাখতে সহায়ক হতে পারে। আরও পড়ুন- ত্বক কুঁচকে গেছে? এইভাবে টমেটোর ফেসপ্যাক বানালেই মিলবে উজ্জ্বলতা ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারাকে বিশেষভাবে উপকারী ফল হিসেবে ধরা হয়। পেয়ারার গ্লাইসেমিক ইনডেক্স কম, অর্থাৎ এটি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না। পেয়ারায় থাকা জৈব সক্রিয় উপাদানগুলি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে, ফলে টাইপ ২ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। অনেক বিশেষজ্ঞই পরামর্শ দেন, ডায়াবেটিস রোগীরা যদি ফল খেতে চান, তাহলে পেয়ারার মতো কম শর্করাযুক্ত ফল বেছে নেওয়াই সবচেয়ে নিরাপদ। আরও পড়ুন- ফ্রিজে রাখা এই ৫ খাবার ফের গরম করে খেলে বিষিয়ে যেতে পারে শরীর, সতর্কবার্তা চিকিৎসকের হজমের সমস্যায় ভোগা মানুষের জন্যও পেয়ারার ভূমিকা গুরুত্বপূর্ণ। এতে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ রয়েছে, যা অন্ত্রের গতিশীলতা উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে। নিয়মিত পেয়ারা খাওয়ার অভ্যাস পেট পরিষ্কার রাখে এবং আলসারের মতো সমস্যার ঝুঁকি কমাতে পারে। যারা দীর্ঘদিন ধরে হজমের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য পেয়ারাকে খাদ্যতালিকায় রাখা উপকারী হতে পারে। আরও পড়ুন- আয়ু বাড়বে, দিনে মাত্র ৫ মিনিট করুন এই কাজ, কী বলছে গবেষণা? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও পেয়ারার অবদান উল্লেখযোগ্য। এতে থাকা পটাশিয়াম শরীরের সোডিয়াম ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে। নিয়মিত পেয়ারা খাওয়ার অভ্যাস হৃদযন্ত্র ও কিডনির ওপর ইতিবাচক প্রভাব ফেলে এবং রক্তচাপজনিত জটিলতা কমাতে সহায়ক হয়। পেয়ারার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। এতে থাকা লাইকোপিন ও ফ্ল্যাভোনয়েড শরীরের কোষকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। এর ফলে অকাল বার্ধক্য, ত্বকের সমস্যা এবং দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমে। বিশেষজ্ঞদের মতে, সারা বছর সহজলভ্য এমন একটি ফল যদি নিয়মিত খাওয়া যায়, তাহলে ভিটামিন সি-এর অভাবজনিত বহু স্বাস্থ্য সমস্যা দূর করা সম্ভব। ডা. বাৎস্যের মতে, ভারতে আমের মরসুমে আমরা যেভাবে আমের দিকে অতিরিক্ত নজর দিই, সেই একই গুরুত্ব যদি পেয়ারাকেও দেওয়া হয়, তাহলে দেশের সামগ্রিক পুষ্টি পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে। সারা বছর পাওয়া যায় এমন এই ফলটি শুধু সস্তা নয়, বরং স্বাস্থ্যরক্ষায় অত্যন্ত কার্যকর। সব মিলিয়ে বলা যায়, পেয়ারাকে অবহেলা না করে দৈনন্দিন খাদ্যতালিকায় পেয়ারাকে অন্তর্ভুক্ত করা একটি সহজ কিন্তু স্বাস্থ্যকর অভ্যাস। কারণ, হৃদরোগ, ডায়াবেটিস, হজমের সমস্যা কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পেয়ারার ভূমিকা অনস্বীকার্য।
ফের সংঘর্ষ পাকিস্তানে, খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তাবাহিনীর হাতে খতম ১৩ ‘জঙ্গি’
বিবৃতিতে বলা হয়েছে, বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। এই অভিযানে আটজন সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। কুর্রাম জেলায় দ্বিতীয় অভিযানে আরও পাঁচজন সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে।
Road blocked in Beldanga: মৃত পরিযায়ী শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ। ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। সেখানে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ, আলাউদ্দিনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে ফুঁসছিলেন স্থানীয় বাসিন্দারা। এদিন সকালে মৃতদেহ এলাকায় পৌঁছতেই উত্তেজনা ছড়ায়।
U-19 World Cup: আমেরিকার জার্সিতেও ভারতীয় মন! অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অভিবাসীদের ক্রিকেট বিপ্লব
U-19 World Cup: বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও আমেরিকা। মাঠের লড়াই শুরুর আগে যখন ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ বেজে উঠল, দেখা গেল গ্যালারিতে মার্কিন পতাকা জড়িয়ে থাকা দর্শকদের বড় অংশই সুর মিলিয়েছেন সেই গানে। মাঠের ভেতরেও ছিল একই দৃশ্য, আমেরিকার জার্সি গায়ে খেলছেন যারা, তাদের প্রায় সবারই পূর্বপুরুষের ভিটে ভারত বা দক্ষিণ এশিয়ায়। জিম্বাবোয়ে ও নামিবিয়ায় আয়োজিত এবারের বিশ্বকাপে এক অদ্ভুত পরিসংখ্যান সামনে এসেছে। দেখা যাচ্ছে, টুর্নামেন্টের প্রতি তিন জন ক্রিকেটারের মধ্যে এক জনেরই যোগসূত্র রয়েছে দক্ষিণ এশিয়ায়। ২৪০ জন প্রতিযোগীর মধ্যে ৬০ জন সরাসরি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলের হয়ে খেলছেন। কিন্তু এর বাইরেও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আমেরিকার মতো দলগুলোতে অন্তত ৩২ জন ক্রিকেটার রয়েছেন যারা বংশগতভাবে দক্ষিণ এশীয়। কোলনাইজারের খেলায় ‘কোলনাইজড’-দের দাপট একসময় ব্রিটিশদের হাত ধরে দক্ষিণ এশিয়ায় ক্রিকেট এসেছিল। আজ ছবিটা উল্টো। শুধু আমেরিকা নয়, ক্রিকেটের কুলীন দেশ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দলেও এখন দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের জয়জয়কার। অস্ট্রেলিয়া দলে রয়েছেন কেরালা বংশোদ্ভূত জন জেমস এবং আরিয়ান শর্মা। জেমসের বাবা-মা খড়গপুর থেকে সিডনিতে পাড়ি জমিয়েছিলেন। জেমস জানান, বাড়িতে মালয়ালম ভাষায় কথা বললেও, আমি মনে-প্রাণে একজন অস্ট্রেলীয়। তবে আমার ক্রিকেটার হওয়ার পেছনে বাবা-মায়ের হাড়ভাঙা খাটুনি ও ত্যাগের কথা ভুলব না। আরও পড়ুন- BREAKING: ক্রিকেট দুনিয়ায় ভূমিকম্প, এই মহিলাকে বারে বারে টেক্সট করতেন সূর্যকুমার যাদব? অভিযোগের পাল্টা ১০০ কোটির মামলা বদলাচ্ছে মানসিকতা ও সংস্কৃতি একটা সময় ছিল যখন উসমান খোয়াজার মতো ক্রিকেটারদের অস্ট্রেলীয় ড্রেসিংরুমে বর্ণবৈষম্য বা সাংস্কৃতিক পার্থক্যের শিকার হতে হতো। কিন্তু এখন দিন বদলেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রিপোর্ট বলছে, গত পাঁচ বছরে দেশটিতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের ক্রিকেটে অংশগ্রহণ দ্বিগুণ হয়েছে। নিউজিল্যান্ড দলেও এবার চারজন এমন ক্রিকেটার রয়েছেন যাদের পূর্বপুরুষ ভারতীয় বা শ্রীলঙ্কান। কিউয়ি অলরাউন্ডার স্নেহিথ রেড্ডি যেমন অন্ধ্রপ্রদেশের বিরিয়ানি আর জুনিয়র এনটিআর-এর সিনেমার ভক্ত, তেমনই মাঠের লড়াইয়ে তিনি নিউজিল্যান্ডের কট্টর সৈনিক। আরও পড়ুন- Indian Cricket Team: ভারত হারতেই রেগে আগুন, ভরা বাজারে বোমা ফাটালেন গাভাসকার নেপথ্যে অ্যাকাডেমি ও পারিবারিক লড়াই ইংল্যান্ড দলেও ফারহান আহমেদ ও আলি ফারুকের মতো প্রতিভারা উঠে আসছেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) এখন বিশেষ প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশীয় জনবসতিপূর্ণ এলাকায় ক্রিকেটের প্রসার ঘটাচ্ছে। আরও পড়ুন- Vaibhav Suryavanshi New Record: বিশ্বকাপের প্রথম ম্য়াচে চূড়ান্ত ফ্লপ, তাও নয়া রেকর্ড কায়েম করলেন বৈভব সূর্যবংশী! বিশেষজ্ঞদের মতে, এই টুর্নামেন্ট প্রমাণ করে দিচ্ছে যে ক্রিকেট এখন আর নির্দিষ্ট কোনো ভূখণ্ডে সীমাবদ্ধ নেই। মাঠের সীমানা ছাড়িয়ে এটি এখন দক্ষিণ এশীয় সংস্কৃতির এক বিশ্বজনীন মেলবন্ধনে পরিণত হয়েছে। আমেরিকা হোক বা নিউজিল্যান্ড, ব্যাটে-বলে দাপট দেখাচ্ছে সেই চিরচেনা দক্ষিণ এশীয় রক্তই।
দিঘার জগন্নাথধামে গিয়েছিলেন, মমতা মহাকাল মন্দিরের শিলান্যাস করার আগেই দিলীপ বললেন, ‘আমি যাবই’
দিঘার জগন্নাথধাম উদ্বোধনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দলবদল করতে চলেছেন বলেও জল্পনা শোনা গিয়েছিল।
Trump Gets Nobel Prize: ট্রাম্পকে নিজের নোবেল দিয়ে দিলেন মাচাদো, চাইলেই কি নোবেল হস্তান্তর করা যায়?
Nobel Peace Prize Rules: হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের হাতে নোবেল দিয়ে এসেছেন মারিয়া কোরিনা মাচাদো। হাতে নোবেল পেয়ে ট্রাম্প বলেছেন, পারস্পরিক সম্মানের এক অসাধারণ নজির এটা। মাচাদোর যুক্তি, ভেনেজুয়েলার স্বাধীনতা ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছেন, তাই তিনি এই নোবেল পুরস্কার দিয়ে এসেছেন।
ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে তৈরি বিতর্ক এবার আইনি লড়াইয়ের রূপ নিল। অভিনেত্রী খুশি মুখার্জির একটি মন্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জান আনসারি খুশির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। খুশি মুখার্জির একটি সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়। ভারত হারতেই রেগে আগুন, ভরা বাজারে বোমা ফাটালেন গাভাসকার সম্প্রতি একটি সাক্ষাৎকারে খুশি মুখার্জি দাবি করেছিলেন, সূর্যকুমার যাদব তাঁকে একাধিকবার মেসেজ পাঠিয়েছেন। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে এবং ক্রিকেটপ্রেমীদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানায়। অনেকেই এই মন্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে অভিযোগ তোলেন। এই প্রসঙ্গে মুম্বইয়ের বাসিন্দা ফয়জান আনসারি গাজীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, খুশি মুখার্জির বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং এর ফলে একজন আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। আনসারির অভিযোগ, প্রচারের উদ্দেশ্যেই এই ধরনের মন্তব্য করা হয়েছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। ফয়জান আনসারি জানান, অভিযোগ দায়ের করতে তিনি নিজে মুম্বই থেকে গাজীপুরে গিয়েছিলেন। তাঁর বক্তব্য, এ ধরনের অভিযোগ কোনও খেলোয়াড়ের ব্যক্তিগত জীবন ও পেশাদার কেরিয়ার উভয়ের উপরই নেতিবাচক প্রভাব ফেলে। তাই এই বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি বলে তিনি মনে করেন। IND vs NZ 1st ODI Highlights: শেষবেলায় 'বাজিগর' রাহুল, ভাঙা পায়েই জেতালেন সুন্দর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আনসারি বলেন, তিনি এই ঘটনায় কঠোর পদক্ষেপের পক্ষে। তাঁর দাবি, খুশি মুখার্জির বিরুদ্ধে একাহিক ধারায় এফআইআর দায়ের করা উচিত এবং অভিযোগ প্রমাণিত না হলে কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যাপক প্রভাব রয়েছে এবং বিষয়টি তিনি সব প্ল্যাটফর্মে তুলে ধরবেন। Rohit Sharma Record: রোহিতের রেকর্ডের দিনে লজ্জার হার, চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলাররা আনসারি স্পষ্ট করে জানান, তিনি খুশি মুখার্জির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। একই সঙ্গে তিনি বলেন, যদি অভিনেত্রী তাঁর অভিযোগের পক্ষে উপযুক্ত প্রমাণ দিতে পারেন, তবে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইতে প্রস্তুত। তবে প্রমাণ না পাওয়া পর্যন্ত তিনি এই লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, খুশি মুখার্জি ওই সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তাঁর সঙ্গে সূর্যকুমার যাদবের কোনও ব্যক্তিগত বা প্রেমের সম্পর্ক কখনও ছিল না। তবে ক্রিকেটারকে ঘিরে টেক্সট মেসেজ সংক্রান্ত তাঁর মন্তব্যই এই বিতর্কের সূত্রপাত করেছে। KL Rahul Century: সেঞ্চুরি তো নেহাত সংখ্যামাত্র! ক্রিকেট ইতিহাসে এক অধ্যায়ের নাম রাহুল
মৃত্যুমুখে বাংলার ক্রিকেটার, সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন হেডস্যর লক্ষ্মীর
কালীঘাট ক্লাবে খেলা আকাশ দীর্ঘদিন ধরেই কিডনির রোগে ভুগছেন। তাঁর দু'টো কিডনিই খারাপ হয়ে গিয়েছে। কিডনি প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করতে হবে।
‘এখনকার নেতারা জানেই না ধর্মনিরপেক্ষতা কী!’, সেক্যুলারিজমের পাঠ পড়ালেন ‘নাস্তিক’জাভেদ আখতার
রাজনীতিকদের নিয়ে বিস্ফোরক জাভেদ। ধর্মনিরপেক্ষ ভারতে ৮০ বছর কাটিয়ে 'সেক্যুলারিজম' নিয়ে কী উপলব্ধি প্রবীণ গীতিকারের?
গ্রাম হাতে রইলেও শহর হারাচ্ছে তৃণমূল
রূপায়ণ ভট্টাচার্য আলো, আলো এবং আলো। বিকেলকে সরিয়ে কলকাতার রাস্তায় সন্ধে হাজির হলে চারদিকে এখন আলো। এই ঔজ্জ্বল্য সব সময় আলোর রিভলভার হাতে নির্জনতাকে চড়া গলায় বলে চলে, ‘হ্যান্ডস আপ। দূর হটো।’ তার আলো চাই, আলো। শহরকে আলোর মালা পরিয়ে দেওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুরপিতাদের হাত রয়েছে অনেকটাই। নদীতীর জেগে উঠেছে আলোয়, হাসপাতালের […] The post গ্রাম হাতে রইলেও শহর হারাচ্ছে তৃণমূল appeared first on Uttarbanga Sambad .
'আপনি তো দেবতাদেরও ছাড়ছেন না', মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে মমতাকে তুলোধোনা শঙ্কর ঘোষের
শুক্রবার শিলিগুড়ি সফরে এসে রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। মাটিগাড়া এলাকায় প্রস্তাবিত এই মন্দির নির্মাণের ঘোষণা মুখ্যমন্ত্রী গত অক্টোবরে দার্জিলিঙে প্রাকৃতিক দুর্যোগের পর মহাকাল মন্দিরে পুজো দেওয়ার সময় করেছিলেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই মন্দির নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। দিঘায় জগন্নাথ মন্দির এবং নিউটাউনে দুর্গা অঙ্গনের পর এবার উত্তরবঙ্গেও একটি বড় ধর্মীয় পরিকাঠামো গড়ে উঠতে চলেছে রাজ্য সরকারের উদ্যোগে। একে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি নেতা তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। মায়াপুরে রুম বুকিংয়ের নামে বিরাট প্রতারণা, অভিযোগ পেতেই 'অ্যাকশনে' ইসকন, ভক্ত ও তীর্থযাত্রীদের জন্য জারি সতর্কতা মহাকাল মন্দিরের পাশাপাশি শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাহাড়পুর এলাকায় প্রায় ৪০ একর জমির উপর নির্মিত এই ভবন উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে চলেছে বলে প্রশাসনের দাবি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত-সহ বিভিন্ন হাই কোর্টের প্রধান বিচারপতি ও বিশিষ্ট অতিথিরা। এদিকে মহাকাল মন্দিরের শিলান্যাসকে কেন্দ্র করে কড়া সমালোচনায় সরব হয়েছে বিজেপি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই ধরনের ধর্মীয় প্রকল্পের শিলান্যাস আসলে মমতার ভোটমুখী রাজনীতির পরিচয়। তিনি দাবি করেন, জগন্নাথ কালচারাল সেন্টারের নামে জগন্নাথ মন্দির নির্মাণে রাজ্যের কোষাগারের টাকা ব্যবহার করা হয়েছে, যা নিয়মবিরুদ্ধ। একইভাবে মহাকাল মন্দিরের নামেও মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। শঙ্কর ঘোষ আরও বলেন, এই সময়ের মধ্যে মহাকাল মন্দির নির্মাণ সম্পূর্ণ হওয়া সম্ভব নয় এবং নির্বাচন শেষের পর এই প্রকল্প শুরু করা যেত। তাঁর দাবি, ২০২৬ সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী আর ক্ষমতায় বসবেন না এবং ভবিষ্যতে মহাকাল মন্দিরে এলে তাঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবেই আসতে হবে। তিনি এই শিলান্যাসকে ‘ভোটকেন্দ্রিক উদ্বোধন’ বলেও কটাক্ষ করেন। আরও পড়ুন- শীঘ্রই শুরু বিএমসি সহ ২৯ পুরসভার ভোট গণনা, ফলাফলে নজর গোটা দেশের একই সঙ্গে আইপ্যাক- ইডির মামলার প্রসঙ্গ টেনে শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, সুপ্রিম কোর্টে শুনানির সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তদন্ত চলাকালীন ইডি আধিকারিকের কাছ থেকে একটি মোবাইল ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে। এই বিষয়টিকেও টেনে তিনি মুখ্যমন্ত্রীর আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। যদিও বিজেপির এই অভিযোগ ও সমালোচনার বিষয়ে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি ও জলপাইগুড়ি সফরকে ঘিরে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। West Bengal Weather: মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট
প্রাক্তন স্বামীকে ‘বেকার’বলে তোপ মেরির, অলিম্পিক পদকজয়ীর ‘মিথ্যাচারে’ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার
মেরির মন্তব্য নিয়ে নেটদুনিয়াতেও চলছে তোলপাড়।
২০২৫ সালে নেপালে গণ অভ্যুত্থানের সময় সেদেশের জেন জেড-এর বড় অংশের দাবি ছিল রাজতন্ত্রের প্রত্যাবর্তন। রাজা জ্ঞানেন্দ্রর সমর্থনে স্লোগান শোনা গিয়েছিল জেন জেড-এর মিছিলে। যদিও নেপাল (Nepal) আপাতত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শাসনে। নেপালেরই মতো এখন ইরানে (Iran) সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে উঠেছে রাজতন্ত্র ফেরানোর স্লোগান। ‘লং লিভ দ্য শাহ’, ‘দ্য পাহলভি উইল রিটার্ন’, […] The post ফের চর্চায় রাজতন্ত্র appeared first on Uttarbanga Sambad .
Murshidabad News: ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বেলডাঙা। মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি চলে রেল রোকো কর্মসূচি। শুক্রবার সকাল থেকেই এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার সূত্রপাত মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ (৩৭), বাড়ি বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে। পেশায় ফেরিওয়ালা ওই যুবক ঝাড়খণ্ডে কাজে গিয়েছিলেন। পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার ঝাড়খণ্ডে তাঁর থাকার ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের দাবি, আলাউদ্দিনকে নৃশংসভাবে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁদের স্পষ্ট অভিযোগ, পশ্চিমবঙ্গের শ্রমিক হওয়ার কারণেই তাঁকে পরিকল্পিতভাবে টার্গেট করে খুন করা হয়েছে। আরও পড়ুন- চ্যালেঞ্জ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী? নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই কেন্দ্রেই মমতাকে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর জাতীয় সড়ক ও রেল অবরোধ এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে শুক্রবার সকাল থেকেই বিচার চেয়ে রাস্তায় নামেন সুজাপুর ও কুমারপুরের গ্রামবাসীরা। বেলডাঙার ১২ নম্বর জাতীয় সড়কে (কলকাতা-উত্তরবঙ্গ সংযোগকারী প্রধান রাস্তা) টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। এর ফলে রাস্তার দু’দিকেই কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। কয়েক’শ পণ্যবাহী ট্রাক ও বাস আটকে পড়ায় বিপাকে পড়েন যাত্রীরা। আরও পড়ুন- West Bengal News Live Updates: একই সফরে ভক্তি ও বিচার! উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস ও সার্কিট বেঞ্চের উদ্বোধন মমতার প্রতিবাদের আঁচ পড়ে রেলপথেও। বেলডাঙা স্টেশনের কাছে ট্রেন অবরোধ করেন স্থানীয়রা। এর ফলে শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের দাবি, ঝাড়খণ্ড প্রশাসনের সঙ্গে কথা বলে অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আরও পড়ুন- সিঙ্গুরের সেই জমিতেই মোদীর সভা! ব্রাত্য মাস্টারমশাই, অসুস্থ শরীরেই তৃণমূলকে কড়া হুঁশিয়ারি প্রবীণ নেতার পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও উত্তেজিত জনতা পিছু হটতে নারাজ। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। মৃত পরিযায়ী শ্রমিকের এই মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া হল।
মোহিত করাতি বাংলার আকাশ মানেই একসময় ছিল রঙিন ঘুড়ির (Kite Flying Tradition) মেলা। পৌষ সংক্রান্তি হোক বা বিশ্বকর্মাপুজো—ছাদ তখন আর ছাদ থাকত না, হয়ে উঠত কুরুক্ষেত্র! সুতোয় সুতোয় লড়াই, আর আকাশ চিরে ‘ভোকাট্টা’র উল্লাস। দাদু শেখাচ্ছেন নাতিকে লাটাই ধরার কায়দা, বাবা শেখাচ্ছেন হাওয়া বুঝে সুতো ছাড়ার কৌশল—এই ছবিটাই ছিল বাংলার ঘরোয়া সংস্কৃতির সিগনেচার টিউন। কিন্তু […] The post সুতোর টানে ফিরছে রঙিন শৈশব appeared first on Uttarbanga Sambad .
আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের চড়ল রাজ্য রাজনীতির পারদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে নজিরবিহীন আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের জয়ের স্মৃতি উসকে দিয়ে শুভেন্দু স্পষ্ট জানালেন, এবার শুধু নন্দীগ্রাম নয়, নিজের খাসতালুক ভবানীপুরেও হারবেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন। এবার সেই ব্যবধান বহুগুণ বাড়বে বলে দাবি তাঁর। তাঁর হুঁশিয়ারি, ১৯৫৬-র সঙ্গে আরও একটা শূন্য লাগিয়ে অর্থাৎ কমপক্ষে ১৯ হাজার ৫৬০-এর বেশি ভোটে বিজেপি প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করে তিনি বলেন, আপনার পিসিকে বলুন নন্দীগ্রামে আরও একবার লড়তে। ওনাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বারও হারাতে চাই। আরও পড়ুন- West Bengal News Live Updates: একই সফরে ভক্তি ও বিচার! উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস ও সার্কিট বেঞ্চের উদ্বোধন মমতার সম্প্রতি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দিয়েছেন। এই প্রসঙ্গ টেনেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় বিঁধেছেন। তিনি বলেন, আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বাংলার বাঘিনী' বলত। আসলে উনি চোরেদের শিরোমণি। আরও পড়ুন- সিঙ্গুরের সেই জমিতেই মোদীর সভা! ব্রাত্য মাস্টারমশাই, অসুস্থ শরীরেই তৃণমূলকে কড়া হুঁশিয়ারি প্রবীণ নেতার এমনকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মোবাইল ফোন চুরির মতো গুরুতর ও বিতর্কিত অভিযোগ তুলে তিনি বলেন, এত নিকৃষ্ট মানের চোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাজ্যের ডিজি ও সিপি-ও চুরিতে মদত দিচ্ছে। আরও পড়ুন- West Bengal Weather: মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট ভবানীপুর নিয়েও হুঁশিয়ারি শুভেন্দুর দাবি, ২০২৬ সালে দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূলের পতন নিশ্চিত। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও মুখ্যমন্ত্রী পরাজিত হবেন বলে তিনি ভবিষ্যদ্বাণী করেন। পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে দুর্নীতি এবং কেন্দ্রীয় সংস্থার তল্লাশিকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারী আদতে শাসকদলের ওপর মানসিক চাপ সৃষ্টির কৌশল নিয়েছেন। পালটা তৃণমূলের পক্ষ থেকেও এই কুরুচিকর আক্রমণের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
বাংলাদেশি সন্দেহে ঝাড়খণ্ডে বাংলার শ্রমিককে ‘খুন’, প্রতিবাদে রেল ও সড়ক অবরোধ, উত্তপ্ত বেলডাঙা
ব্যাহত রেল চলাচল। জাতীয় সড়কে একের পর এক দাঁড়িয়ে গাড়ি। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা।
Mayapur: মায়াপুরে রুম বুকিং করতে গেলেই বড় বিপদে পড়তে হচ্ছে, ফাঁদে পা দিচ্ছেন না তো?
ইসকন সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা একাধিক ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং চ্যানেল তৈরি করেছে, যেখানে মায়াপুরের পরিচিত গেস্ট হাউসগুলির ঘর দেওয়া হবে বলে মিথ্যা দাবি করা হচ্ছে। www.prabhupadvillage.com- এমনই একটি ওয়েবসাইট।
Indian Cricket Team: ভারত হারতেই রেগে আগুন, ভরা বাজারে বোমা ফাটালেন গাভাসকার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার (Sunil Gavaskar) জানিয়েছেন, রাজকোটে যেভাবে নিউজিল্যান্ড (India vs New Zealand) একেবারে হেলায় হারাল টিম ইন্ডিয়াকে, তা দেখে তিনি বিস্মিত। ভাবতেই পারছেন না যে ভারতীয় ক্রিকেট দলকে এত সহজেও হারানো যেতে পারে। জিও হটস্টারে ম্য়াচ পরবর্তী বিশ্লেষণে তিনি বললেন, 'নিউজিল্যান্ড যেভাবে হেসেখেলে ভারতকে হারাল, তা দেখে আমি তো অবাক। কারণ ওদের ব্যাটিং শুরু হওয়ার আগে সকলেই ভেবেছিলেন, টিম ইন্ডিয়া হয়ত এই শ্লথ গতির উইকেট থেকে ফায়দা তুলতে পারবে।' আরও পড়ুন: IND vs NZ 2nd ODI Highlights: রাহুলের পাল্টা সেঞ্চুরি মিচেলের, একাই ছিনিয়ে নিলেন ভারতের গ্রাস তিনি আরও যোগ করেন, শুধুমাত্র স্পিনাররাই নয়, নিউজিল্যান্ডের প্রত্যেকটা বোলারই এই শ্লথ উইকেটের ফায়দা তুলেছে। প্রথমে তো মনে হয়েছিল, ভারতীয় বোলাররা হয়নি কিউয়ি ব্যাটারদের ২৬০ থেকে ২৭০ রানের মধ্যে আটকে ফেলতে পারবে। আমি নিজেই মনে করেছিলাম, ভারত এই ম্য়াচটা সহজেই নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে। আরও পড়ুন: Rohit Sharma Record: রোহিতের রেকর্ডের দিনে লজ্জার হার, চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলাররা গাভাসকারের কথায়, এই পরিস্থিতিতে তৃতীয় তথা সিরিজের অন্তিম ম্য়াচে টিম ইন্ডিয়ার উপর অবশ্যই চাপ থাকবে। দলের কাছে যশস্বী জয়সওয়ালের মতো কোনও ক্রিকেটারকে ব্যবহার করার মতো সুযোগও নেই। যাকে অন্তত রাজকোটে সিরিজ জিততে পারলে, ইন্দোরে খেলানো যেত। আরও পড়ুন: KL Rahul Century: সেঞ্চুরি তো নেহাত সংখ্যামাত্র! ক্রিকেট ইতিহাসে এক অধ্যায়ের নাম রাহুল তিনি মনে করেন, ভারত যদি জয়লাভ করত, তাহলে অন্তত তৃতীয় ম্যাচে কিছুটা হলেও পরীক্ষার পথে হাঁটতে পারত টিম ইন্ডিয়া। যারা এখনও পর্যন্ত সুযোগ পায়নি, তাদের অন্তত খেলানো যেত। সেক্ষেত্রে জয়সওয়ালের মতো ক্রিকেটাররাও অন্তত কিছুটা সুযোগ পেত। কিন্তু, এখন আর কোনও ঝুঁকি নেওয়া সম্ভব নয়। টিম ইন্ডিয়াকে সেরা একাদশই মাঠে নামাতে হবে। আরও পড়ুন: IND vs NZ 1st ODI Highlights: শেষবেলায় 'বাজিগর' রাহুল, ভাঙা পায়েই জেতালেন সুন্দর রবিবার আয়োজন করা হবে তৃতীয় ওয়ানডে ভারত এবং নিউজিল্য়ান্ডের মধ্যে বর্তমানে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ চলছে। বরোদায় আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে ভারতীয় দল ৪ উইকেটে জয়লাভ করেছিল। এরপর রাজকোটে নিউজিল্যান্ড দুর্দান্ত কামব্যাক করে। কিউয়ি দল ভারতকে ৭ উইকেটে হারানোর পাশাপাশি সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনে। এই পরিস্থিতিতে তৃতীয় ওয়ানডে ম্য়াচটি রবিবার (১৮ জানুয়ারি) ইন্দোরে খেলা হবে।
ডাক্তারের পরামর্শেই শীতে ‘গাড়িতে সেক্সে’র নিদান! ড্যামেজ কন্ট্রোলেও চরম বিতর্ক উসকালেন হানি সিং
ক্ষমা চেয়ে বিষয়টা ধামা চাপা দিতে গিয়ে গায়ক যা বললেন, তাতে আরও বিতর্ক উসকে দিয়েছেন। এবার কী বললেন বিতর্কিত 'দেশি কালাকার'?
উৎসবের মরশুমে বিরাট প্রতরণার বড়সড় পর্দা ফাঁস! নতুন বছরের শুরুতেই মায়াপুরে তীর্থযাত্রী ও পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে সক্রিয় প্রতারক চক্র। এবিষয়ে ইসকন মায়াপুরের তরফে সকল ভক্ত ও তীর্থযাত্ররীদের অনলাইন প্রতারণা চক্রের বিষয়ে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। ইসকনের তরফে জানানো হয়েছে, ভুয়ো রুম বুকিং ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ-বুকিং চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যেই ভারত ও বিদেশ থেকে আগত বহু ভক্ত ও পর্যটক আর্থিকভাবে প্রতারিত হয়েছেন। ঘটনার প্রেক্ষিতে মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করেছে এবং বিষয়টি তদন্তাধীন। আরও পড়ুন- শীঘ্রই শুরু বিএমসি সহ ২৯ পুরসভার ভোট গণনা, ফলাফলে নজর গোটা দেশের ইসকন সূত্রে জানা গেছে, প্রতারকরা মায়াপুর ইসকনে ভক্তদের রুম বুকিংয়ের নাম ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছে। ঘর পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে অনলাইনে বুকিং নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের নজরে আসা এমনই একটি অননুমোদিত ওয়েবসাইট হল www.prabhupadvillage.com । এছাড়া একই ধরনের আরও বেশ কয়েকটি ভুয়ো ওয়েবসাইট সক্রিয় রয়েছে বলে ইসকনের তরফে জানানো হয়েছে। এই সকল ওয়েব সাইটের মাধ্যমে রুম বুকিং করলেই প্রতারিত হচ্ছেন ভক্ত ও তীর্থযাত্রীরা। এবিষয়ে ইসকন কলকাতার ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস জানান, এই ভুয়ো ওয়েবসাইটগুলি অত্যন্ত পেশাদারভাবে তৈরি হওয়ায় সহজেই মানুষ বিভ্রান্ত হচ্ছেন। উৎসবের সময় ঘরের চাহিদা বেশি থাকায় প্রতারকরা ছাড় বা বিশেষ সুবিধার প্রলোভন দেখায়। কিন্তু টাকা জমা নেওয়ার পরই তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ইসকন স্পষ্টভাবে জানিয়েছে, মায়াপুরে রুম বুকিংয়ের জন্য একমাত্র সরকারি ও অনুমোদিত ওয়েবসাইট হল https://www.visitmayapur.com/ । এর বাইরে কোনও ওয়েবসাইট, এজেন্ট, হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন কলের মাধ্যমে বুকিং সম্পূর্ণ অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে মন্দির কর্তৃপক্ষ। এই প্রতারণার ফলে বহু পরিবার চরম বিপাকে পড়েছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে, অনেক ক্ষেত্রে বিদেশ থেকেও, পরিবার ও শিশুদের নিয়ে মায়াপুরে এসে অনেকে জানতে পারছেন তাঁদের করা বুকিংটি ভুয়ো। বহু ক্ষেত্রে প্রতারিত ব্যক্তিরা পুরো টাকাই হারিয়েছেন বলে অভিযোগ। আরও পড়ুন- West Bengal Weather: মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট এফআইআর দায়েরের বিষয়টি নিশ্চিত করে রাধারমণ দাস বলেন, এটি বিশ্বাস ও আস্থার উপর সরাসরি অপরাধমূলক আঘাত। শুধু ভক্তরাই নন, সাধারণ পর্যটকরাও আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। এই ঘটনা জানতে পেরেই মায়াপুর আইনগত পদক্ষেপ নিয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। ইসকনের পক্ষ থেকে ভক্ত ও পর্যটকদের পরামর্শ দেওয়া হয়েছে রুম বুকিং করতে হবে শুধুমাত্র সরকারি ওয়েবসাইটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ-ভিত্তিক বুকিং বা ব্যক্তিগত ফোন কল এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত ছাড় বা তাড়াহুড়োর প্রলোভনে বিভ্রান্ত না হতে হবে এবং টাকা দেওয়ার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইটের ইউআরএল ভালোভাবে যাচাই করতে হবে। মন্দির কর্তৃপক্ষ সকলের কাছে এই সতর্কবার্তা ছড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছে, যাতে মায়াপুরে আগত ভক্ত ও পর্যটকদের পবিত্র ও আধ্যাত্মিক যাত্রা কোনওভাবেই প্রতারণার কারণে তিক্ত অভিজ্ঞতায় পরিণত না হয়। আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য দারুণ খবর! বছরের শুরুতেই বেনজির উদ্যোগ! মেট্রোর মুকুটে যুক্ত নয়া পালক
West Bengal-India News Today Live: আজ মহাকাল মন্দিরের শিলান্যাস মমতার, কটাক্ষ দিলীপের
Breaking News in Bengali Live Updates: মুর্শিদাবাদে জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ। আবার এসি ট্রেন বামনগাছিতে না দাঁড়ানোর বিক্ষোভ যাত্রীদের। সকাল থেকে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভের ছবি। এদিন আবার মেদিনীপুরে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। আর প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
ক্রিকেটারদের চাপে ব্যাকফুটে বাংলাদেশ বোর্ড! বিপিএল নিয়ে বড়সড় সিদ্ধান্ত বিসিবির
ক্রিকেটারদের শর্ত, নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বিসিবির ডিরেক্টরের পদ থেকেও নাজমুলকে ছাঁটাইয়ের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। কিন্তু নাজমুল এখনও প্রকাশ্যে ক্ষমা চাননি।
তৃণমূলের দাবিতে সিলমোহর! এসআইআরে অভিযোগ জমা ও নিষ্পত্তির সময়সীমা বাড়ল বাংলায়
কমিশন বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানিয়েছে। এই পাঁচ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির (ইউটি) প্রধান নির্বাচনী আধিকারিকদের অনুরোধের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
Rahu Transit 2026: রাহু গোচর ২০২৬ বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ সময়কাল হিসেবে বিবেচিত হচ্ছে। রাহুকে কলিযুগের রাজা বলা হয় কারণ এই গ্রহ হঠাৎ ভাগ্য পরিবর্তন, আকস্মিক সাফল্য, প্রযুক্তি, ইন্টারনেট, রাজনীতি এবং বিদেশ সংযোগের প্রধান কারক। ২০২৬ সালে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে তার শক্তি ১৮ ডিগ্রি স্পর্শ করায় সে তাঁর যৌবন অবস্থায় প্রবেশ করেছে। বৈদিক মতে, কোনও গ্রহ যখন ১২ থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকে, তখন সে তার পূর্ণ শক্তিতে কাজ করে এবং ফল প্রদান করার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। রাহু যেহেতু বিপরীতমুখী গ্রহ, তাই ১৮ ডিগ্রি থেকে ১২ ডিগ্রির দিকে যাত্রা করাকেই শক্তি বৃদ্ধির সময় বলা হয়। ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই শক্তিশালী পর্যায় চলবে। জ্যোতিষ মতে এই সময়কাল বিনিয়োগ, বড় সিদ্ধান্ত, ঝুঁকি গ্রহণ, ডিজিটাল ব্যবসা ও বিদেশ সংক্রান্ত কাজের জন্য অত্যন্ত সক্রিয়। এই গোচরের প্রভাব চন্দ্র রাশির ওপর নির্ভর করে বিচার করা হয়েছে এবং বিশেষভাবে মিথুন, কন্যা ও কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়কাল ভাগ্য পরিবর্তনকারী হতে পারে। আরও পড়ুন- ‘লক্ষ্মী’র সঙ্গে সদ্ভাব নেই! চেষ্টা করেও অর্থ সঞ্চয়ে ব্যর্থ হন যে ৪ রাশি, হাতে টাকা থাকেই না মিথুন মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে রাহু নবম ঘরে অবস্থান করছে, যা ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা এবং দীর্ঘ দূরত্ব ভ্রমণের ঘর। এর ফলে ভাগ্যের দরজা হঠাৎ খুলে যেতে পারে। বহুদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে এবং বাবার পূর্ণ সমর্থন লাভের সম্ভাবনা প্রবল। বিদেশ ভ্রমণ, ধর্মীয় যাত্রা বা কর্মসূত্রে দূরপাল্লার সফরের যোগ তৈরি হচ্ছে। রাহুর দৃষ্টি তৃতীয় ও পঞ্চম ঘরে পড়ায় যোগাযোগ দক্ষতা, বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সন্তান, শিক্ষা ও প্রেমের ক্ষেত্রেও শুভ পরিবর্তন দেখা যেতে পারে। এই সময়ে মিথুন রাশির জাতকরা মানসিক চাপ, আর্থিক সমস্যা ও পারিবারিক বিরোধ থেকে ধীরে ধীরে মুক্তি পেতে পারেন। আরও পড়ুন- যত প্রেম তত প্রতারণা! ভালবাসার জালে জড়ালেই আঘাত আসে প্রিয় মানুষের থেকে, মন দিয়ে ঠকেন ৩ রাশি কন্যা কন্যা রাশির জন্য রাহু গোচর অত্যন্ত শক্তিশালী কারণ রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে একে শত্রু হন্ত যোগ বলা হয়। দীর্ঘদিনের সমস্যা, মামলা-মোকদ্দমা, ঋণ বা শত্রুজনিত চাপ থেকে মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। বিদেশ ভিসা, ওয়ার্ক পারমিট বা বিদেশে স্থায়ী হওয়ার প্রচেষ্টা এই সময়ে সফল হতে পারে। ২০২৫ সালে আর্থিক চাপ ও অতিরিক্ত ব্যয়ের যে পরিস্থিতি ছিল, রাহুর এই গোচর তা নিয়ন্ত্রণে আনবে। কেরিয়ারে বড় পরিবর্তন, নতুন চাকরি, পদোন্নতি বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে হঠাৎ লাভ বা আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। আরও পড়ুন- ফ্রিজে রাখা এই ৫ খাবার ফের গরম করে খেলে বিষিয়ে যেতে পারে শরীর, সতর্কবার্তা চিকিৎসকের কুম্ভ কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়কাল ব্যক্তিত্ব পরিবর্তন ও শক্তি অর্জনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রাহু বিবাহ ও অংশীদারিত্বের ঘরে অবস্থান করছে এবং বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার কারণে এই গোচর অত্যন্ত ফলদায়ক। দীর্ঘদিন ধরে চলা শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে থাকা কুম্ভ রাশির জাতকরা ধীরে ধীরে স্বাস্থ্য, পরিবার ও অর্থনৈতিক সমস্যার সমাধান দেখতে পাবেন। আরও পড়ুন- দ্রুত ওজন কমাতে চান? খাদ্যতালিকায় রাখুন এই জিনিসটি! ওজন নামবে হুড়মুড়িয়ে আত্মবিশ্বাস বাড়বে, মানসিক জড়তা কাটবে এবং নিজের ওপর ফোকাস করার প্রবণতা তৈরি হবে। কেরিয়ারে নতুন পরিচয়, বড় প্যাকেজ, বৈদেশিক সংযোগ ও ব্যবসায়িক সম্প্রসারণের সম্ভাবনা প্রবল। শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা ও উদ্ভাবনী ক্ষেত্রেও সাফল্যের যোগ তৈরি হচ্ছে। আরও পড়ুন- আয়ু বাড়বে, দিনে মাত্র ৫ মিনিট করুন এই কাজ, কী বলছে গবেষণা? সার্বিকভাবে বলা যায়, রাহুর গোচর (Rahu Transit 2026) একটি বিরল শক্তিশালী সময়কাল, যেখানে সঠিক সিদ্ধান্ত ও সচেতন পদক্ষেপ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে রাহুর শক্তি যেমন দ্রুত উন্নতি দেয়, তেমনি অতিরিক্ত লোভ ও ভুল পথে গেলে ক্ষতির সম্ভাবনাও তৈরি করে। তাই ধৈর্য, পরিষ্কার চিন্তা এবং সঠিক প্রতিকার এই সময়ে অত্যন্ত জরুরি।
Maharashtra Municipal Election Results: মহারাষ্ট্রের ২৯টি পুরসভার নির্বাচনের ফলাফল আজ, শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) প্রকাশিত হচ্ছে। মোট ২,৮৬৯টি ওয়ার্ডের জন্য সকাল ১০ টা থেকে শুরু হতে চলেছে ভোটগণনা। বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) সহ রাজ্যের বিভিন্ন পুরসভায় মোট ১৫,৯৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য দারুণ খবর! বছরের শুরুতেই বেনজির উদ্যোগ! মেট্রোর মুকুটে যুক্ত নয়া পালক এই নির্বাচনে প্রায় ৩.৪৮ কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শুধুমাত্র মুম্বই থেকেই প্রায় ১,৭০০ জন এবং পুণে থেকে ১,১৬৬ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ আজ স্পষ্ট হবে। উল্লেখযোগ্য বিষয় হল, ছয় বছরেরও বেশি সময় পর এই ২৯টি পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হল। অধিকাংশ পুরসভার মেয়াদ ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। আজ যেসব পুরসভার ভোটগণনা চলছে, তার মধ্যে উল্লেখযোগ্য মুম্বই, পুণে, পিম্পরি-চিঞ্চওয়াড়, থানে, নাগপুর, নাসিক, ছত্রপতি সম্ভাজিনগর, নাভি মুম্বই, ভাসাই-ভিরার, কল্যাণ ডম্বিভলি, মীরা-ভাইন্দর, ভিওয়ান্ডি-নিজামপুর, পনভেল, সোলাপুর, অমরাবতী, জলগাঁও। বিএমসি নির্বাচন ও ভোটগণনার সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে মুম্বইয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরজুড়ে সিনিয়র অফিসারদের নেতৃত্বে ২৫ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)। আরও পড়ুন- Humayun Kabir: মুর্শিদাবাদে 'শক্তি'র লড়াই! প্রথম সভাতেই হুঙ্কার হুমায়ুন কবীরের, নিশানায় মুখ্যমন্ত্রী ফলাফল ঘোষণার জন্য মোট ২৩টি গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে গণনার কাজ শুরু হবে সকাল ১০টা থেকে। বিএমসি এলাকার জন্য ২৩ জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এই প্রক্রিয়ায় মোট ২,২৯৯ জন আধিকারিক ও কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আরও পড়ুন- West Bengal Weather: মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট এই নির্বাচনে রাজনৈতিক মহলের সবচেয়ে বেশি নজর মুম্বইয়ের দিকে, যেখানে দেশের সবচেয়ে 'ধনী পুরসভা' বৃহন্মুম্বই পুরসভার দখল নিয়ে লড়াই তীব্র আকার ধারণ করেছে। বিএমসি নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন মহায্যুতি জোটের সঙ্গে উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরের নেতৃত্বাধীন শিবিরের সরাসরি মোকাবিলা হচ্ছে। সন্ধ্যার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ছবিটা। শেষ পর্যন্ত মুম্বই বিএমসির ক্ষমতা কার হাতে যাবে, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যের রাজনৈতিক মহল। আরও পড়ুন- একই সফরে ভক্তি ও বিচার! উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস ও সার্কিট বেঞ্চের উদ্বোধন মমতার
একসময়ের তপ্ত সিঙ্গুর, যা দেখেছিল এক ঐতিহাসিক কৃষক আন্দোলন, সেই বহুল চর্চিত জমিতেই এবার জীবনের প্রথম রাজনৈতিক সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৮ জানুয়ারি এই হাইভোল্টেজ সভাকে কেন্দ্র করে সাজ সাজ রব সিঙ্গুর জুড়ে। অথচ, এই মেগা ইভেন্টের আবহে কার্যত উপেক্ষিতই রয়ে গেলেন সিঙ্গুর আন্দোলনের ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ ভট্টাচার্য। ব্রাত্য মাস্টারমশাই: দুচোখে ক্ষোভ নয়, বরং আক্ষেপ বুধবার থেকেই সিঙ্গুরের ঘরে ঘরে মোদীর সভার আমন্ত্রণপত্র বিলি করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু সিঙ্গুর আন্দোলনের প্রাণপুরুষ, ৯৩ বছর বয়সী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ঘরে পৌঁছায়নি কোনো আমন্ত্রণ। শিবরামবাটির ভট্টাচার্য পাড়ায় নিজের ছোট্ট ঘরে আজ তিনি শয্যাশায়ী। পায়ে গুরুতর সংক্রমণ, দৃষ্টিশক্তিও ক্ষীণ। বিজেপি থেকে আমন্ত্রণ না আসা প্রসঙ্গে মাস্টারমশাইয়ের মন্তব্য, আমায় কেউ খবর দেয়নি তো কী হয়েছে? শরীর সঙ্গ দিলে আমি দর্শক হিসেবেই মোদীজির কথা শুনতে যেতাম। আরও পড়ুন- West Bengal News Live Updates: একই সফরে ভক্তি ও বিচার! উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস ও সার্কিট বেঞ্চের উদ্বোধন মমতার বিছানার এক কোণে বইয়ের স্তূপের মাঝে শুয়ে থাকা প্রবীণ এই নেতা বর্তমানে রাজনীতির মূল স্রোত থেকে দূরে থাকলেও, তাঁর মানসিক দৃঢ়তা আজও অটুট। উল্লেখ্য, তৃণমূল থেকে টিকিট না পেয়ে গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে লড়াই করেছিলেন তিনি, তবে পরাজিত হন নিজেরই ভাবশিষ্য বেচারাম মান্নার কাছে। আরও পড়ুন- West Bengal Weather: মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মাস্টারমশাই মোদীর এই সভা তৃণমূলের জন্য ‘মোক্ষম আঘাত’ হতে চলেছে বলে মনে করছেন রবীন্দ্রনাথ বাবু। তাঁর রাজনৈতিক বিশ্লেষণ, পাহাড়প্রমাণ দুর্নীতি এবং মন্ত্রীদের জেলযাত্রার ফলে তৃণমূলের প্রতি জনসমর্থন আগের তুলনায় অনেকটাই হ্রাস পেয়েছে। মাস্টারমশাইয়ের দাবি, আগামী নির্বাচনে হুগলির বেশ কয়েকটি আসনে হারবে তৃণমূল, যার মধ্যে সিঙ্গুর অন্যতম। কেন্দ্রীয় বাহিনীর ওপর জোর দেওয়ার পাশাপাশি স্ট্রংরুম পাহারার বিষয়েও সতর্ক করেছেন তিনি। তাঁর কথায়, রাজ্য পুলিশ দিয়ে হবে না, স্ট্রংরুমে বিচ্ছিরি ভাবে কারচুপি হয়। আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য দারুণ খবর! বছরের শুরুতেই বেনজির উদ্যোগ! মেট্রোর মুকুটে যুক্ত নয়া পালক BJP-র প্রতি বার্তাও স্পষ্ট মোদীজিকে পছন্দ করলেও বিজেপির সাংগঠনিক শক্তি নিয়ে কিছুটা সন্দিহান এই প্রবীণ নেতা। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনীতিতে কোনো ধরনের 'ধর্মান্ধতা' তিনি পছন্দ করেন না। ৯৩ বছর বয়সেও রাজনীতির ময়দান থেকে দূরে থেকে যে তীক্ষ্ণ বিশ্লেষণ তিনি রাখলেন, তা আগামী দিনে সিঙ্গুরের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
ঘরের ভাষা কবে ঢুকবে ক্লাসরুমে?
মলয় চক্রবর্তী শিক্ষা তো আর আকাশ থেকে পড়া কোনও তত্ত্বকথা নয়, এ হল মাটির কাছাকাছি থাকার মন্ত্র। উত্তরবঙ্গের মতো বৈচিত্র্যময় জনপদে শিক্ষার সঙ্গে ভাষার নাড়ির টান অস্বীকার করা মানে একটা বিরাট জনগোষ্ঠীকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে দুই দিনাজপুর ও মালদা— এই বিশাল এলাকার লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার অক্সিজেন হল রাজবংশী […] The post ঘরের ভাষা কবে ঢুকবে ক্লাসরুমে? appeared first on Uttarbanga Sambad .
অযোগ্য প্রার্থীর করা মামলায় SSC গ্রুপ ডি’র প্যানেল বাতিল! নথি দেখিয়ে ষড়যন্ত্রের দাবি তৃণমূলের
কুণাল ঘোষের দাবি, যে লক্ষ্মী টুঙ্গার মামলার উপর ভিত্তি করে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করা হয়েছিল। তিনি নিজেই একজন 'দাগি' প্রার্থী।
শুভাশিস সোশ্যাল মিডিয়া স্টার, নায়িকা রোশনি! কোন ছবিতে এমন কাণ্ড?
এবার শুভাশিসের নায়িকা রোশনি! পোড় খাওয়া অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের কথাই হচ্ছে। তিনি নতুন একটা ছবি করছেন, যেখানে অভিনেত্রী রোশনি ভট্টাচার্যর সঙ্গে রোম্যান্টিক হয়ে উঠবেন। ছবির পরিচালনা করছেন রাজু মজুমদার। তাঁর বক্তব্য, ''আমাদের গল্পের প্রেক্ষাপট আজকের আধুনিক গ্রাম, যেখানে সবার হাতেই পৌঁছে গেছে মুঠোফোন, প্রযুক্তি। এমনই এক গ্রামের বছর আশির এক বৃদ্ধ, ফণী ঘোষ তার স্ত্রী সুন্দরী, তার পরিবার, প্রতিবেশী এইসব কিছুকে কেন্দ্র করেই আমাদের গল্প আবর্তিত হবে।''
Mahakal Temple |মহাকাল মন্দিরের শিলান্যাস আজ, আসছেন মমতা, খরচের উৎস নিয়ে তোপ রাজু বিস্টের
রাহুল মজুমদার ও বিশ্বজিৎ সাহা, শিলিগুড়ি ও মাথাভাঙ্গা: প্রস্তুতি শেষ। শুক্রবার ‘মহাকাল মহাতীর্থ’ মন্দিরের (Mahakal Temple) শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পদ্মশ্রী সম্মান প্রাপক থেকে শিল্পপতিরা। লোক আনতে জেলায় জেলায় টার্গেট বেঁধে দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিকে, রাজনীতির ময়দানে তাদের একচুলও জমি ছাড়তে নারাজ বিজেপি। (BJP) বৃহস্পতিবার […] The post Mahakal Temple | মহাকাল মন্দিরের শিলান্যাস আজ, আসছেন মমতা, খরচের উৎস নিয়ে তোপ রাজু বিস্টের appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গবাসীর জন্য জোড়া ‘উপহার’। শুক্রবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন দুপুরে দমদম বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন তিনি। মূলত আধ্যাত্মিক পর্যটন এবং বিচারবিভাগীয় পরিকাঠামোর এক নতুন অধ্যায় সূচনা করাই এই সফরের প্রধান লক্ষ্য। আগামী ১৬ এবং ১৭ জানুয়ারি— এই দু’দিন উত্তরবঙ্গের জন্য […] The post CM Mamata Banerjee | আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী: মহাকাল মন্দিরের শিলান্যাস ও সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন appeared first on Uttarbanga Sambad .
Kolkata News Live Updates: দিঘার জগন্নাথ মন্দির এবং নিউ টাউনের দুর্গা অঙ্গনের পর এবার উত্তরবঙ্গেও ধর্মীয় পর্যটনে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়ির মাটিগাড়া-নকশালবাড়ি এলাকায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। মন্দির স্থাপনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে বিচারবিভাগীয় পরিকাঠামোও। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেও আজ যোগ দেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের আশা, এর ফলে উত্তরবঙ্গের মানুষের আইনি জটিলতা নিরসনে গতি আসবে। আরও পড়ুন- West Bengal Weather: মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট অন্যদিকে, রাজ্যে নিপা ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝেই এল আশার খবর। আক্রান্ত দুই নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। চিকিৎসাধীন দুই নার্সের মধ্যে একজনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং অন্যজনের জ্ঞান ফিরেছে। আরও পড়ুন- Humayun Kabir: মুর্শিদাবাদে 'শক্তি'র লড়াই! প্রথম সভাতেই হুঙ্কার হুমায়ুন কবীরের, নিশানায় মুখ্যমন্ত্রী নতুন করে কোনো সংক্রমণের খবর না মিললেও সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। আক্রান্তরা কাদের সংস্পর্শে এসেছিলেন, তা জানতে যুদ্ধকালীন তৎপরতায় 'কন্টাক্ট ট্রেসিং' শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। সংক্রমণের উৎস এবং বিস্তার রুখতে রাজ্যজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য দারুণ খবর! বছরের শুরুতেই বেনজির উদ্যোগ! মেট্রোর মুকুটে যুক্ত নয়া পালক এদিকে, জানুয়ারির মাঝামাঝি পেরিয়ে গেলেও রাজ্যে শীতের দাপট কমার লক্ষণ নেই। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই অকাল বসন্তের বদলে চলছে হাড়কাঁপানি ঠান্ডা। আজ শুক্রবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের মতে, আগামী কয়েকদিন মহানগরীর তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট আরও বেশি থাকবে।
PEG টিউবের মাধ্যমে তাঁর শরীরে জল-খাবার দেওয়া হয়। তার ফলেই বেঁচে আছেন হরিশ। টিউবটা খুলে নিলেই চিরঘুমে চলে যাবেন ৩১-এর যুবক। ছেলের জন্য যন্ত্রণাহীন মৃত্যুর দাবি জানিয়ে আগেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বাবা-মা। যাকে বলা হয় 'ইউথানেশিয়া'। কিন্তু রাজি ছিল না আদালত। হাইকোর্টের বক্তব্য ছিল, ওই যুবক কোনও মেকানিক্যাল সাপোর্টে নেই, অর্থাৎ তাঁকে কোনও ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়নি।
West Bengal Weather: মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট
West Bengal Weather Forecast 16 January 2026: নতুন বছরের প্রথম মাসের মাঝামাঝি সময় পার হয়ে গেলেও শীতের দাপট কমছে না রাজ্যে, বরং পাল্লা দিয়ে যেন বাড়ছে। উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্য এখন কার্যত কাঁপছে। গত কয়েক বছরের রেকর্ড ভেঙে এবারের শীত রীতিমতো ‘মারকাটারি’ মেজাজে ব্যাটিং করছে। শুক্রবার সকালেও কনকনে ঠান্ডায় ঘুম ভেঙেছে তিলোত্তমাবাসীর। জেলার ছবিটাও একই। জাঁকিয়ে ঠান্ডা আর কতদিন? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এখনই শীত বিদায়ের কোনো সম্ভাবনা নেই। জানুয়ারির বাকি দিনগুলোতেও শীতের এই জমাটি মেজাজ বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত বর্তমানের এই কনকনে ঠান্ডা আবহাওয়া চলবে। উত্তুরে হাওয়া প্রবেশের পথে কোনো বাধা না থাকায় ঠান্ডার আমেজ আরও বাড়বে। তবে আগামী সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে তাতে শীতের অনুভূতি কমবে না। আরও পড়ুন- Humayun Kabir: মুর্শিদাবাদে 'শক্তি'র লড়াই! প্রথম সভাতেই হুঙ্কার হুমায়ুন কবীরের, নিশানায় মুখ্যমন্ত্রী শীতের বিদায় কবে? আবহাওয়াবিদদের মতে, এখনই নির্দিষ্ট দিনক্ষণ বলা না গেলেও, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শীত ধীরে ধীরে বিদায় নিতে শুরু করতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া: পশ্চিমাঞ্চলে হাড়কাঁপানি ঠান্ডা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের দাপট অব্যাহত। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ পতনের ফলে বাসিন্দাদের নাজেহাল দশা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনো রদবদল হবে না। সকালের দিকে কুয়াশা আর বেলা বাড়লে পরিষ্কার আকাশ, এই চিত্রই দেখা যাবে। আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য দারুণ খবর! বছরের শুরুতেই বেনজির উদ্যোগ! মেট্রোর মুকুটে যুক্ত নয়া পালক কলকাতা আপডেট: ১২ ডিগ্রিতে কাঁপছে তিলোত্তমা শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন কলকাতার রাতের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আরও পড়ুন- Lingtam: বড় বড় ট্যুরিস্ট স্পট ফেল! সিল্ক রুটের 'লুকনো রত্ন'! সিকিমের এক টুকরো স্বর্গ লিংটাম উত্তরবঙ্গের আবহাওয়া: কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীত পড়েছে। দার্জিলিং বাদে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট বজায় থাকতে পারে, যার ফলে যান চলাচলে সর্তকতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
শীতে গোয়েন্দা কুকুরদের পরনে হুডি জ্যাকেট ও উলের সোয়েটার, ঠান্ডা থেকে বাঁচতে বিশেষ ব্যবস্থা
শরীরে তাদের নরম লোম। তবু ঠান্ডায় কিছুটা হলেও কাবু হয়েছে কলকাতা পুলিশের সারমেয় বাহিনীর সদস্যরা। এক ফুট উঁচু খাটে কম্বল গায়ে ঘুম
অবশেষে নোবেল উঠল ট্রাম্পের হাতে, পুরস্কার নিয়ে একগাল হাসি মার্কিন প্রেসিডেন্টের!
নিজেকে বারবার নোবেল পুরস্কারের দাবিদার হিসাবে তুলে ধরেছেন ট্রাম্প।
Vaibhav Suryavanshi: জয় দিয়েই ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (ICC U19 World Cup 2026) অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (India U19 Cricket Team)। প্রথম ম্য়াচে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে ৬ উইকেটে পরাস্ত করেছে। যদিও এই ম্য়াচে বৈভব সূর্যবংশীর ব্যাটিং একেবারেই নজর কাড়তে পারেনি। বলতে বাধা নেই, ১৪ বছর বয়সি এই ব্যাটারের থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা রানের বন্যা প্রত্যাশা করেছিলেন। কিন্তু, বৈভব মাত্র ২ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। ভিতরের দিকে আসা একটি বল খেলতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। অবশেষে ক্লিন বোল্ড হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। আরও পড়ুন: Vaibhav Suryavanshi U19 World Cup: কোন ষড়ষন্ত্রের শিকার বৈভব? আর কখনও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারবেন না ১৪ বছর বয়সি এই ক্রিকেটার! ব্যাট হাতে ফ্লপ হলেও একটি অনন্য রেকর্ড কায়েম করলেন বৈভব সূর্যবংশী। মাঠে পা রাখতে না রাখতেই গড়লেন এক নয়া ইতিহাস। উল্লেখ্য, বিশ্বকাপের আগে বৈভব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। ৩ ম্য়াচে তিনি ৬৮-র ব্যাটিং গড়ে এবং ১৮৭ স্ট্রাইক রেটে মোট ২০৬ রান করেন। আরও পড়ুন: Vaibhav Suryavanshi Six Viral: বৈভবের ব্যাটে দানবীয় ছক্কা, তোলপাড় সবকিছু! ভাইরাল হল ভিডিও গর্জে উঠল না বৈভবের ব্যাট তবে বিশ্বকাপের প্রথম ম্য়াচে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গর্জে উঠল না বৈভব সূর্যবংশীর ব্যাট। প্রথম তিনটে বলে তিনি মাত্র ২ রান করেন। এরপর চতুর্থ বলে বড় শট হাঁকাতে যান তিনি। কিন্তু, বলের লাইনটা তিনি একেবারে মিস করেন। সেইসঙ্গে উড়ে যায় মিডল স্টাম্প। আরও পড়ুন: Vaibhav Suryavanshi: ফের 'ধুঁয়াধার' ব্যাটিং বৈভব সূর্যবংশীর, রানের আগুন স্রোত বিস্ময় বালকের! বৈভব মাত্র ২ রানে আউট হওয়ার পর আমেরিকা ক্রিকেট দল আনন্দে আত্মহারা হয়ে ওঠে। অন্যদিকে, ব্যাট হাতে ফ্লপ হওয়ার পর সূর্যবংশী রীতিমতো হতাশ হয়ে পড়েন। এই ম্য়াচে বৈভব যদি ৬ রান করতে পারতেন, তাহলে ভারতীয় ব্যাটারদের মধ্যে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় বিরাট কোহলিকে টপকে যেতেন। আরও পড়ুন: Vaibhav Suryavanshi and Virat Kohli: বিরাট কোহলির রেকর্ড ভাঙতে পারেন বৈভব সূর্যবংশী, দরকার মাত্র ৬ রান ফ্লপ হলেও গড়লেন ইতিহাস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বৈভব সূর্যবংশী নিজের নাম লেখালেন। এই বিশ্বকাপে বৈভব তাঁর প্রথম ম্য়াচ ১৪ বছর ২৯৪ দিনে খেললেন। আর সেইসঙ্গে তিনি নীতীশ কুমারের রেকর্ড চুরমার করে দেন। ২০১০ সালে কানাডার হয়ে নীতীশ ১৫ বছর ২৪৫ দিনে বিশ্বকাপে ডেবিউ করেছিলেন।
Siraj Ebong: মঞ্চে সিরাজ-লুৎফুন্নেসা! ‘সিরাজ এবং’ কবে কোথায় দেখতে পাবেন জেনে নিন
অবন্তী চক্রবর্তীর নতুন নাটক ‘সিরাজ এবং’ (Siraj Ebong) নিয়ে ইতিমধ্যেই থিয়েটারপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উন্মদনা। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন নাট্যভাষায় মঞ্চে তুলে ধরতেই এই প্রযোজনা। এই নাটকের মাধ্যমেই মঞ্চে প্রথমবার জুটি বাঁধছেন সাহেব ও সুস্মিতা। নাটকে নবাব সিরাজউদ্দৌলার ভূমিকায় দেখা যাবে সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)-কে। একজন ঐতিহাসিক চরিত্রকে মঞ্চে জীবন্ত করে তোলা সবসময়ই অভিনেতার কাছে বড় চ্যালেঞ্জ। সিরাজের ব্যক্তিত্বে যেমন ছিল তারুণ্যের উন্মাদনা, তেমনি ছিল রাজনীতির জটিলতা, বিশ্বাসঘাতকতার যন্ত্রণা ও স্বাধীনতার জন্য লড়াইয়ের দৃঢ় সংকল্প। সাহেব এই চরিত্রে আবেগ, দ্বন্দ্ব এবং শক্তিকে একসঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বলে জানা গিয়েছে। সিরাজের বেগম লুৎফুন্নেসার চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা। ইতিহাসে তুলনামূলকভাবে কম আলোচিত হলেও লুৎফুন্নেসা ছিলেন সিরাজের জীবনে এক গুরুত্বপূর্ণ শক্তির প্রতীক। সাহেব-সুস্মিতার এই প্রথম মঞ্চজুটি দর্শকদের কাছে এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের মন জয় করেছে, এবার মঞ্চে তাঁদের রসায়ন দেখতে অনেকেই উদ্বিগ্ন হয়ে আছেন। নাটকে ঘসেটি বেগমের ভূমিকায় রয়েছেন সেঁজুতি মুখোপাধ্যায়। ইতিহাসে ঘসেটি বেগম একটি বিতর্কিত ও শক্তিশালী চরিত্র। ক্ষমতা ও ষড়যন্ত্রের রাজনীতিতে তাঁর ভূমিকা নাটকে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করবে। সেঁজুতির অভিনয়ে এই চরিত্র পরিপূর্ণ হয়ে উঠবে বলেই আশা। মীরজাফরের চরিত্রে অভিনয় করছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে পরিচিত এই চরিত্রটি বাংলা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়। বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের অভিনয় মীরজাফরের দ্বন্দ্ব, লোভ ও রাজনৈতিক কৌশলকে আরও গভীরভাবে তুলে ধরবে। আরও পড়ুন: ‘আমি ক্ষুদিরাম চাকি, আমি ঝুলি না, ঝোলাই!’ সংলাপ বিতর্কে মুখ খুললেন রাজ চক্রবর্তী, প্রপাগান্ডার অভিযোগ অর্পিতা গঙ্গোপাধ্যায় অভিনয় করছেন সিরাজের মা আমিনা বিবির ভূমিকায়। একজন মায়ের দৃষ্টিভঙ্গি থেকে রাজপুত্র ও নবাব সিরাজের জীবনকে দেখা নাটকে এক মানবিক মাত্রা যোগ করবে। সাহেব-সুস্মিতার প্রথমবার একসঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়া এবং সিরাজউদ্দৌলা ও তাঁর বেগমের সম্পর্কের নাট্যরূপ দর্শকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। আরও পড়ুন: ‘সহজ পাঠের গপ্পো’র নূর এবার ‘চণ্ডীকথা’য়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছোটু শোনাল নিষ্পাপ শৈশবের গল্প ‘সিরাজ এবং’ কবে কোথায় দেখতে পাবেন? আগামীকাল, ১৭ তারিখ জিডি বিড়লা সভাঘরে সন্ধ্যা ৭টায় ‘সিরাজ এবং' নাটকের প্রথম অভিনয় হবে।
‘হাইকোর্ট কি যন্তর মন্তর?’, হঠাৎ কেন উঠল এই প্রশ্ন
বৃহস্পতিবার আইপ্যাক মামলার শুনানিতে বিচারপতি সরাসরি বলেন এ কথা। তিনি আরও আরও বলেন,“হাইকোর্ট কি যন্তর মন্তর?” যন্তর মন্তরের সামনে যেভাবে বিক্ষোভ-ধরনা চলে, কলকাতা হাইকোর্টের সেদিনের পরিস্থিতিকে তার সঙ্গেই তুলনা করা হয় এদিন সুপ্রিম কোর্টে। এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন,“সেদিন একজন মন্ত্রী ৫০০ জন সমর্থককে নিয়ে এজলাসে বসেছিলেন। তিনি হই হট্টগোল করতে গিয়েছিলেন?”
অন্য কারও পরিচয়পত্র ব্যবহার করে সিম তোলা ও সেই সিম নানা ধরনের কাজে ব্যবহার করার অভিযোগ প্রায়শই সামনে আসে। পুলিশ প্রশাসনের তরফ থেকে সতর্কও করা হয় সাধারণ মানুষকে। আর এবার সেই ঘটনারি শিকার হলেন খোদ পুর প্রধান। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন পুরপ্রধান উত্তম দাস।
Humayun Kabir: মুর্শিদাবাদে 'শক্তি'র লড়াই! প্রথম সভাতেই হুঙ্কার হুমায়ুন কবীরের, নিশানায় মুখ্যমন্ত্রী
West Bengal Assembly Election 2026: মুর্শিদাবাদের হরিহরপাড়া ফুটবল ময়দানে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করল ‘জনতা উন্নয়ন পার্টি’। দলের আত্মপ্রকাশের পর এটিই ছিল প্রথম বড় মাপের রাজনৈতিক সমাবেশ। আর প্রথম সভাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে উত্তাপ বাড়ালেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর। এদিন বিকেলের এই জনসভায় দলীয় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, “আমি যতক্ষণ বেঁচে আছি, কোনো অমুসলিমের ক্ষতি চাই না। কিন্তু আমার মুসলিমদের কাউকে যদি তুলে আছাড় মারার কথা বলা হয়, সেই কথা আমি কোনোভাবেই মেনে নেব না।” আরও পড়ুন- Nipah Virus: নিপা ভাইরাস নিয়ে হাই অ্যালার্ট ত্রিপুরায়! আতঙ্ক নয়, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য আধিকারিকদের তার এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা ও রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের শক্তি প্রদর্শন এবং সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতেই হুমায়ুন কবির এমন সুর চড়িয়েছেন। ভায় জেলাজুড়ে কয়েক হাজার সমর্থকের জমায়েত লক্ষ্য করা গেছে।হুমায়ুন কবির ছাড়াও জনতা উন্নয়ন পার্টির রাজ্য ও জেলা স্তরের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থ ও অধিকার রক্ষার লড়াইয়ে তারা কোনো আপস করবেন না। আরও পড়ুন- Saraighat Express: সরাইঘাট এক্সপ্রেসে আগুন আতঙ্ক! চাকা থেকে গলগল করে ধোঁয়া, থমকে গেল ট্রেন পরিষেবা হুমায়ুন কবীরের এই নতুন দল এবং তার চাঞ্চল্যকর মন্তব্য নিয়ে এখনও শাসক শিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের মতো জেলায় এই নতুন দলের সক্রিয়তা তৃণমূল এবং কংগ্রেস, উভয় শিবিরের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন- Lingtam: বড় বড় ট্যুরিস্ট স্পট ফেল! সিল্ক রুটের 'লুকনো রত্ন'! সিকিমের এক টুকরো স্বর্গ লিংটাম
SIR: ফর্ম ৭ নিয়ে দিনভর বিক্ষোভ, মৃতদের নাম বাদ দেওয়ার শেষ দিন বাড়াল কমিশন
SIR in Bengal: বিজেপির দিনভর বিক্ষোভ-অবস্থানের পর সময় বাড়াল নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় মৃত্যু বা স্থানান্তরিত হওয়ার কারণে কারও নাম বাদ দিতে হলে এই ফর্ম ৭-এর মাধ্যমে আবেদন জানাতে হয়। সেই ফর্মই জমা দিতে দিচ্ছে না তৃণমূল, এমনই অভিযোগ ওঠে।
Mahanayak Uttam Kumar Metro Station: কলকাতার লাইফলাইন মেট্রো রেলের মুকুটে যুক্ত হলো নতুন পালক। নবকলেবরে সেজে ওঠা মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) মেট্রো স্টেশনটি আনুষ্ঠানিকভাবে যাত্রীদের জন্য উৎসর্গ করা হলো। তবে কোনো ভিভিআইপি বা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, মেট্রো রেলের আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে ফিতে কেটে এই আধুনিক স্টেশনের উদ্বোধন করলেন একদল শিশু এবং সাধারণ মহিলা যাত্রীরা। যা এক অনন্য নজির সৃষ্টি করেছে। মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্লু লাইনের এই অত্যন্ত ব্যস্ত স্টেশনটির খোলনলচে পুরোপুরি বদলে ফেলা হয়েছে। স্টেশনের মূল ভবন থেকে শুরু করে সাবওয়ে, সবই আধুনিকীকরণ করা হয়েছে। মহানায়ক উত্তম কুমারের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজানো হয়েছে স্টেশনের প্রতিটি কোণ। স্টেশনের প্রবেশদ্বারগুলো এমনভাবে নতুন করে সাজানো হয়েছে, যাতে যাত্রীচাপ কম হয় এবং যাতায়াত আরও মসৃণ হয়। আরও পড়ুন- বড় খবর: ভোটার তালিকায় নাম সংশোধনে চলবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্পষ্ট জানাল নির্বাচন কমিশন যাত্রীদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। স্টেশনে বাড়ানো হয়েছে ল্যাগেজ স্ক্যানার এবং ডোর ফ্রেম মেটাল ডিটেক্টরের সংখ্যা, যার ফলে এখন অনেক দ্রুত এবং নিখুঁতভাবে সুরক্ষা পরীক্ষা সম্পন্ন হবে। শুধু ভেতরটা নয়, স্টেশনের বাইরের অংশও এখন নজরকাড়া। Tollygunge Metro Renovation: টালিগঞ্জ মেট্রো স্টেশন নবসাজে সাজিয়ে তোলা হল। স্টেশনের সামনের অংশে তৈরি করা হয়েছে মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ বাগান। রাতের বেলা স্টেশনের সৌন্দর্য আরও বাড়াতে করা হয়েছে বিশেষ আলোকসজ্জা বা ইম্প্রুভড ইলুমিনেশন। আরও পড়ুন- ফরাক্কার পর এবার চাকুলিয়া, SIR শুনানি ঘিরে রণক্ষেত্র বিডিও অফিস, ভাঙচুর ও পথ অবরোধ কলকাতার পরিবহন ব্যবস্থায় টালিগঞ্জ মেট্রো স্টেশনের গুরুত্ব অপরিসীম। মেট্রো কর্তৃপক্ষের এই উদ্যোগে যাত্রীদের যাতায়াত যেমন আরামদায়ক হবে, তেমনই স্টেশনের এই 'ফিল গুড' পরিবেশ পর্যটকদেরও নজর কাড়বে। আরও পড়ুন- IPAC case: আইপ্যাক মামলায় জোর ধাক্কা রাজ্যের! ইডি আধিকারিকদের বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মহিলা যাত্রীরা জানিয়েছেন, স্টেশনের এই আধুনিক রূপ এবং সুন্দর পরিবেশ তাঁদের যাতায়াতের অভিজ্ঞতাকে আরও সুখকর করে তুলবে। মূলত যাত্রী পরিষেবাকে আরও উন্নত ও দৃষ্টিনন্দন করে তুলতেই মেট্রো রেলের এই বিশেষ মেকওভার।
Ajker Rashifal Bengali, 16 January, 2026: আজ শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনটি বহু রাশির জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চন্দ্র আজ প্রথমে বৃশ্চিক এবং পরে ধনু রাশিতে প্রবেশ করছে, যার ফলে আবেগ, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব পড়বে। বিশেষ করে মকর রাশির জাতকদের ওপর আজ শনি ও নেপচুনের যুগ্ম প্রভাব স্পষ্টভাবে কাজ করবে, যা বাস্তবতা ও কল্পনার মধ্যে এক অদ্ভুত ভারসাম্য তৈরি করতে পারে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের জন্য আজ ভাগ্যোন্নতির দিন। দীর্ঘদিন ধরে যে কাজটি আটকে ছিল, সেখানে হঠাৎ করে অগ্রগতি আসতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক চর্চায় মানসিক শান্তি পাবেন। বিদেশে কাজ বা পড়াশোনার সুযোগও আসতে পারে, বিশেষ করে যাঁরা গবেষণা বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত। আরও পড়ুন- ‘লক্ষ্মী’র সঙ্গে সদ্ভাব নেই! চেষ্টা করেও অর্থ সঞ্চয়ে ব্যর্থ হন যে ৪ রাশি, হাতে টাকা থাকেই না বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির ক্ষেত্রে আজ আর্থিক বিষয়ে সতর্কতা প্রয়োজন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা বড় অঙ্কের লেনদেন এড়িয়ে চলাই ভালো। কোনও আত্মীয়কে আর্থিক সাহায্য করতে হতে পারে। দূরের যাত্রায় বাড়তি সাবধানতা অবলম্বন করলে অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো যাবে। আরও পড়ুন- যত প্রেম তত প্রতারণা! ভালবাসার জালে জড়ালেই আঘাত আসে প্রিয় মানুষের থেকে, মন দিয়ে ঠকেন ৩ রাশি মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতকদের জন্য আজ সম্পর্কের দিক থেকে শুভ। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে এবং জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। ব্যবসায়িক ক্ষেত্রেও উন্নতির যোগ রয়েছে, বিশেষ করে পার্টনারশিপে কাজ করলে লাভবান হতে পারেন। আরও পড়ুন- ফ্রিজে রাখা এই ৫ খাবার ফের গরম করে খেলে বিষিয়ে যেতে পারে শরীর, সতর্কবার্তা চিকিৎসকের কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতকদের আজ শরীর ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। অতিরিক্ত কাজের চাপ থেকে বিরতি নিন। আত্মীয়স্বজনের সহযোগিতা পাবেন এবং কর্মক্ষেত্রে নতুন সহকারি বা কর্মচারীর প্রয়োজন হতে পারে। নিজের পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আসবে। আরও পড়ুন- দ্রুত ওজন কমাতে চান? খাদ্যতালিকায় রাখুন এই জিনিসটি! ওজন নামবে হুড়মুড়িয়ে সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জন্য আজ সৃজনশীলতার দিন। লেখালেখি, শিল্পকলা বা অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পেতে পারেন। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সম্মান বা স্বীকৃতি পেতে পারেন। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের পারিবারিক জীবন আজ বেশ সুখকর থাকবে। বাড়িতে আত্মীয়ের আগমন হতে পারে এবং গুরুত্বপূর্ণ কোনও পারিবারিক সিদ্ধান্ত আপনার পক্ষে যাবে। ব্যবসায়িক ক্ষেত্রেও স্থিতিশীল অগ্রগতি দেখা যাবে। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জন্য আজ মধ্যস্থতামূলক কাজ, বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে লাভের যোগ রয়েছে। নতুন ব্যবসায়িক যোগাযোগ ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে। পারিবারিক ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জাতকদের আজ আয় বৃদ্ধির দিন। হোটেল, রেস্তোরাঁ বা পরিষেবা খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। গৃহস্থালি কাজে ভাই-বোনের সহায়তা মিলবে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকদের সামাজিক ও সাংগঠনিক কাজে উন্নতি হবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে, যা ভবিষ্যতে কাজে আসবে। জীবনসঙ্গীর সমর্থন মানসিক শক্তি জোগাবে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের জন্য আজ ভ্রমণ ও বিদেশযাত্রার যোগ প্রবল। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রবাসীদের কর্মক্ষেত্রে উন্নতি ও স্বীকৃতি মিলতে পারে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের আজ সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুর বিয়ে বা পারিবারিক জমায়েত আনন্দ দেবে। বকেয়া টাকা আদায়ের যোগও রয়েছে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের জন্য আজ সম্মান ও মর্যাদা বৃদ্ধির দিন। ব্যবসায়িক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। পিতার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং সামাজিক প্রতিপত্তি বাড়বে। আজ জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মকর। শনি আপনাকে শৃঙ্খলা ও দায়িত্ববোধ শেখায়, আর নেপচুন আপনার চিন্তাকে আধ্যাত্মিক ও সৃজনশীল করে তোলে। এর ফলে আজ আপনার জীবনে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে, যা ভবিষ্যতের পথ নির্ধারণ করে দেবে। নীল ও বেগুনি রং আজ আপনার জন্য বিশেষ সৌভাগ্য বয়ে আনতে পারে।
নলেন গুড় খেলে হতে পারে নিপা ভাইরাসের সংক্রমণ! সত্যিটা জানালেন চিকিৎসকরা
চিকিৎসকদের স্পষ্ট অভয়, খেজুর বা তালের কাঁচা রস এইসময় খাবেন না। কিন্তু গুড়ে কোনও সমস্যা নেই। নিশ্চিন্তে গুড়ের তৈরি পিঠে-পুলি বা মিষ্টি খাওয়া চলতে পারে।
১৬ জানুয়ারি রাশিফল: সাফল্যের সিঁড়ি কার সামনে? ধনু ও মীনের আজ সতর্ক থাকার পালা
গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক (Ajker Rashifal)।
কালান্তার ( ১৬ জানুয়ারী ২০২৬ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
Top 5 Sports News, 15 January: ভারতের জয় থেকে মোহনবাগানের হার! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর
Top 5 Sports News Highlights: বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। অন্যদিকে, এলিট লিগে ইস্টবেঙ্গলের কাছে ২-০ গোলে পরাস্ত হল ইস্টবেঙ্গল। এদিকে বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় বর্মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। বিশ্বকাপে জয়োল্লাস ভারতের জয় দিয়েই ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ (ICC U19 World Cup 2026) শুরু করল ভারতীয় ক্রিকেট দল (India U19 Cricket Team)। এই ম্য়াচ বৃষ্টির কারণে বারংবার বিঘ্নিত হয়েছে। শেষপর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে টিম ইন্ডিয়া ৬ উইকেটে পরাস্ত করল আমেরিকাকে। আগামী শনিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে আয়ুশ মহাত্রে অ্যান্ড কোম্পানি। আরও পড়ুন: IND U19 vs USA U19 Highlights: জয় দিয়ে শুরু বিশ্বকাপ, মার্কিন ঘাঁটিতে হানা টিম ইন্ডিয়ার কলকাতা ডার্বিতে পরাস্ত মোহনবাগান বছরের শুরুতেই এলিট লিগের ডার্বি ম্য়াচ খেলতে নেমেছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ম্য়াচটি ইস্টবেঙ্গল মাঠে আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আয়োজিত এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ২-০ গোলে জয়লাভ করেছে। একটি করে গোল করলেন নয়ন ছেত্রী এবং পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামা প্রীতম গায়েন। আরও পড়ুন: Mohun Bagan vs East Bengal: ডার্বি হারতেই কেঁদে ভাসালেন বাগান ডিফেন্ডার, স্বান্ত্বনা 'চিরশত্রু' ইস্টবেঙ্গলের প্রয়াত অজয় বর্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় বর্মা (Ajay Verma)। বয়স হয়েছিল ৬২ বছর। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। এই ঘটনায় বাংলার ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে ইতিমধ্যে শোকজ্ঞাপন করা হয়েছে। আরও পড়ুন: Bengal Cricketer Passed Away: আচমকা হার্ট অ্যাটাকেই সব শেষ! চিরনিদ্রার দেশে বাংলার প্রাক্তন ক্রিকেটার নাজমুলকে অপসারন বাংলাদেশ বোর্ডের ক্রিকেটারদের সামনে অবশেষে নতিস্বীকার করতে হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বোর্ড ডিরেক্টর এম নাজমুল ইসলাম বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধেই বিতর্কিত মন্তব্য করেছিলেন। এই মন্তব্য়ের পরই ক্রিকেটাররা তেলে-বেগুনে জ্বলে ওঠেন। এমনকী, একটি সাংবাদিক বৈঠক করে তাঁরা ৪৮ ঘণ্টার 'আল্টিমেটাম' দিয়েছিলেন। অবশেষে বোর্ডের পক্ষ থেকে চরম সিদ্ধান্ত গ্রহণ করা হল। ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিতে কার্যত বাধ্য হলেন নাজমুল ইসলাম। আরও পড়ুন: Bangladesh Cricket Latest News: ক্রিকেটারদের বিদ্রোহে অবশেষে নতিস্বীকার! চাঞ্চল্যকর সিদ্ধান্ত বাংলাদেশ বোর্ডের প্রথম জয় ইউপি ওয়ারিয়র্সের টানা তিনটে ম্য়াচ হারার পর অবশেষে জয়ের স্বাদ পেল ইউপি ওয়ারিয়র্স। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তারা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ইউপি ওয়ারিয়র্স ১১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয়লাভ করল। আরও পড়ুন: WPL 2026, MI vs UPW Highlights: অবশেষে কাটল গ্রহের দশা, মহিলা প্রিমিয়ার লিগে খাতা খুলল ইউপি যোদ্ধারা আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।
দুবাইয়ের এই রেস্তরাঁয় পাবেন ডাইনোসরের মাংস! চেখে দেখবেন নাকি বিশ্বের প্রথম AI রাঁধুনির রান্না?
শেফ আজমানের আজব রেসিপিতে আর কী কী আছে?
WPL 2026, MI vs UPW Highlights: অবশেষে কাটল গ্রহের দশা, মহিলা প্রিমিয়ার লিগে খাতা খুলল ইউপি যোদ্ধারা
Nandigram: নন্দীগ্রামে সেবাশ্রয় থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
Abhishek Banerjee: প্রাথমিকভাবে এটি ডায়মন্ড হারবার কেন্দ্রিক হলেও, নন্দীগ্রামে মডেল ক্যাম্প করার ঘোষণা আগেই করেছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। নির্বাচনের মুখে তা নিয়েই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।
I-PAC Case: সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল পুলিশ ও তৃণমূল! পরবর্তী শুনানি কবে?
Supreme Court: স্বস্তি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যেমন নির্বাচন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ কাম্য নয়, তেমনই লোকাল থানার অনুমোদন নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্তও পুরোপুুরি আইনসিদ্ধ।
Farakka News: ফরাক্কায় তুলকালাম! বিডিও অফিস ভাঙচুর, উত্তেজনার মাঝেই পুলিশ ধরল কাদের?
বুধবার দুপুরে ফরাক্কা বিডিও অফিসে এসআইআর (SIR) শুনানি চলাকালীন ব্যাপক উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ফারাক্কা থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। অভিযোগ, এসআইআর শুনানি ধর্মের নিরিখে করা হচ্ছে, এই অভিযোগ ঘিরেই প্রথমে বিক্ষোভ শুরু হয়। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিডিও অফিস চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। একাধিক এসআইআর ক্যাম্প অফিস-সহ বিডিও অফিসের ভিতরে টেবিল, চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এসআইআর হিয়ারিং-এর কাজ। ঘটনার সময় বিডিও অফিসে একাধিক প্রশাসনিক আধিকারিক বৈঠকে উপস্থিত ছিলেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বুধবার সন্ধ্যায় ফরাক্কার বিডিও একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে ফারাক্কা থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। আরও পড়ুন- IPAC case: আইপ্যাক মামলায় জোর ধাক্কা রাজ্যের! ইডি আধিকারিকদের বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ঘটনার পর বৃহস্পতিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে ফরাক্কা বিডিও অফিসে পৌঁছন জঙ্গিপুরের মহকুমা শাসক গদ্দাম সুধীর কুমার রেড্ডি (আইপিএস)। তাঁর সঙ্গে ছিলেন ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন, ফরাক্কা থানার আইসি সুজিত পাল এবং বিশাল পুলিশ বাহিনী। এসডিও পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পর পুনরায় এসআইআর হিয়ারিং-এর কাজ শুরু হয়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা শাসক বলেন, “ফরাক্কা বিডিও অফিসে এসআইআর হিয়ারিং আবার শুরু হয়েছে। বুধবারের ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা বিষয়টি তদন্তাধীন।” আরও পড়ুন- একই আধার নম্বর, স্কুলে ভর্তি হতে গিয়ে বিপাকে শিশু ও পরিবার, চরম গাফিলতির অভিযোগে উত্তাল অন্যদিকে, এই ঘটনায় ফরাক্কার বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। বিধায়কের দাবি, তিনি পরিস্থিতি সামাল দিতেই বিডিও অফিসে গিয়েছিলেন। উত্তেজিত জনতাই ভাঙচুর চালিয়েছে, এতে তাঁর বা তাঁর দলের কোনও ভূমিকা নেই। আরও পড়ুন- Gold Price Today: তিন লাখ ছুঁইছুঁই রূপার দাম, সোনার দামেও বিরাট লাফ, কলকাতায় হলুদ ধাতুর দর জানলে চমকে যাবেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে এসআইআর হিয়ারিং চালিয়ে যাওয়ার জন্য বিডিও অফিস চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
‘চিপস খাব’, ছুটে এসে আবদার শিশুর! শুনে কী করলেন যোগী? ভাইরাল ভিডিও
খিচুড়ি উৎসবে যোগ দিতে এদিন বাবা গোরক্ষনাথ মন্দিরে গিয়েছিলেন যোগী। মন্দিরে এসে প্রার্থনা করার পর নিজের আসনে বসে সকলের সঙ্গে কথা বলেন। এমন সুযোগ পেয়ে অনেকেই নিজেদের মনের কথা খুলে বলেন যোগীকে।
Ramdev: ফিট থাকতে পাতে রাখুন এই সবজি, ৬০ বছরেও মিলবে ২০ বছরের তারুণ্য! বলছেন রামদেব
Patanjali: শরীরকে ফিট রাখতে লাউয়ের পুষ্টিগুণ অত্যন্ত কার্যকর। প্রতি ১০০ গ্রাম লাউয়ে প্রায় ৯২-৯৬ শতাংশ জল থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখে। এছাড়া এতে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার ও প্রোটিন। লাউ সহজপাচ্য হওয়ায় এটি পেটের জন্যও খুব উপকারী। রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও লাউয়ের বড় ভূমিকা রয়েছে।
Jammu-Kashmir: ফের পাকিস্তানের সন্দেহজনক নৌকা উদ্ধার হল গুজরাট উপকূলে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আরব সাগরে নজরদারি চালানোর সময় এই সন্দেহজনক নৌকাটিকে ভেসে থাকতে দেখে। পাকিস্তানের পতাকা লাগানো এই নৌকাটির গায়ে নাম হিসেবে লেখা ছিল আল মদিনা।
West Bengal Weather: বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ার দাপট ভালই দেখা যাচ্ছে। যার প্রভাবে বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। মাঘ মাসের প্রথম তিন দিন শীতের স্পেল জারি থাকলেও আগামী সপ্তাহ থেকেই ধীরে ধীরে ঘুরে যাবে হাওয়া।
মাঘ পয়লায় দামোদরে পিতৃ তর্পণ, মারাংবুরু পুজোয় আদিবাসী বিশ্বাসের প্রকাশ
এক ঝলক দেখলে মনে হবে এ যেন এক অন্য গঙ্গাসাগর। ধর্মীয় রীতিমেনে মাঘ পয়লায় পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদরের ’তেলকুপি গয়াঘাটে’ পুণ্য স্নান ও পিতৃ পুরূষের উদ্দেশ্যে তর্পন সারলেন বহু আদিবাসী পূণ্যার্থী।তাঁরা এদিন তেলকুপি গয়াঘাটে’ থাকা “মারাংবুরু’ মন্দিরে পুজোও দেন।মকর সংক্রান্তিতে গঙ্গা সাগর যেমন ভরে গিয়েছিল হিন্দু পূণ্যার্থী সমাগমে, তেমনই মাঘ পয়লায় দামোদর ঢাকা পড়লো আদিবাসী পূণ্যার্থীদের ভিড়ে । দামোদরের 'তেলকুপি গয়া ঘাট’ আদিবাসী মানুষ জনের কাছে মহাপূণ্য স্থান হিসাবে পরিচিত।পয়লা মাঘ হল আদিবাসীদের কাছে পূণ্য দিন। তাই প্রতি বছর মাঘ পয়লায় এই রাজ্য সহ ভিন রাজ্যের হাজার হাজার আদিবাসী মানুষজন জামালপুরের ’তেলকুপি গয়া ঘাটে’ সমবেত হন। পূণ্যস্নান ও পিতৃ পুরূষের অস্থি বিসর্জন সমারোহে তাঁরা অংশ নেন ঝাড়খণ্ড ,বিহার ও ওড়িশার বহু পুণ্যার্থী এদিন পুণ্যস্নান ও তর্পণ সরতে ’তেলকুপি গয়া ঘাটে’ সমবেত হন।এই পূণ্যস্নান পর্ব নির্বিঘ্নে সমাপ্ত করতে তাই গঙ্গাসাগরের মতো তেলকুপি গায়া ঘাট চত্ত্বরে মোতায়েন রাখা হয় বিশাল পুলিশ বাহিনী। আরও পড়ুন- IPAC case: আইপ্যাক মামলায় জোর ধাক্কা রাজ্যের! ইডি আধিকারিকদের বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের নির্বিঘ্নে এই পূণ্যস্নান পর্ব সমাপ্ত করতে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ছাড়াও প্রশাসনের আধিকারিকরা এদিন সকাল থেকে তেলকুপি ঘাটে উপস্থিত হয়ে সবকিছু তদারকি করেন। দামোদরে বিশেষ নজরদারির ব্যবস্থা দামোদরের চরে মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা রাখা হয়েছে। আরও পড়ুন- একই আধার নম্বর, স্কুলে ভর্তি হতে গিয়ে বিপাকে শিশু ও পরিবার, চরম গাফিলতির অভিযোগে উত্তাল পুণ্যস্নান ও তর্পন উৎসব আয়োজকদের তরফে রবীন মাণ্ডি বলেন, “বর্ণ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের কাছে “গঙ্গা“ সবথেকে পবিত্র জলাশয়। কিন্তু প্রাচীন কাল থেকেই দামোদর নদকেই পবিত্র জলাশয় হিসাবে মান্যতা দিয়ে আসছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। দামোদরের “তেলকুপি গয়া ঘাট’ এই দেশের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের কাছে সর্বশ্রেষ্ঠ পূণ্য তীর্থভূমি। বর্ণ হিন্দু সম্প্রদায়ের মানুষজন মহালয়ার দিন গঙ্গায় পিতৃপুরুষের উদ্দ্যেশ্যে তর্পন সারেন এবং মকর সংক্রান্তিতে গঙ্গায় পুণ্যস্নান সারেন। তিনি আরও বলেন, আদিবাসীরা প্রতি বছর মাঘ পয়লায় দামোদরের “তেলকুপি গায়া ঘাটে“ পূণ্যস্নান সারার পাশাপাশি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পনও সারেন। তর্পন সেরে আদিবাসীরা “তেলকুপি গয়া ঘাটে“ থাকা আরাধ্য দেবতা “ শিব তথা ”মারাং বুরুর” মন্দিরে পুজো দেন।” আরও পড়ুন- Army Day 2026: “দুর্গম পাহাড় থেকে তুষারাবৃত শৃঙ্গ ভারতীয় সেনার সাহস-বীরত্ব দেশকে গর্বিত করে, সেনা দিবসে বিশেষ বার্তা নমো'র আদিবাসী সমাজের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক ও শিল্পীরা এদিন পুণ্যতীর্থ তেলকুপি ঘাটে সমবেত হন। ধর্মীয় উপাচার সেরে আদিবাসী পুরুষ ও মহিলারা এদিন দামোদরের বালির চরে নাচ গানে মাতোয়ারা হন । বালির চরেই হয় রান্না করে স্বপরিবার খাওয়া দাওয়া। আদিবাসী তর্পন উৎসব উপলক্ষে দামোদরের বালির চরে বসেছে মেলা।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ঢাকে কাঠি পড়ে গেলেও ইংল্যান্ড শিবিরের কপালে চিন্তার ভাঁজ। পাকিস্তান-বংশোদ্ভূত হওয়ায় ইংল্যান্ডের দুই অন্যতম সেরা স্পিনার আদিল রশিদ এবং রেহান আহমেদ এখনও ভারতের ভিসা পাননি। এই জটিলতার জেরে শ্রীলঙ্কা সফরে সাদা বলের সিরিজ থেকে তাঁরা ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি বিশ্বকাপের আগে […] The post T20 World Cup 2026 | বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের আগে বিপাকে ইংল্যান্ড! পাক-বংশোদ্ভূত হওয়ায় ভিসা জটিলতায় রশিদ ও রেহান appeared first on Uttarbanga Sambad .
Nandigram: চুপ করে নেই শুভেন্দুও। পাল্টা দিয়েছেন তিনিও। খোঁচা দিয়ে বলেন, “আমি খুব খুশি। প্যারাসিটেমল আর ওয়ারেশের প্যাকেট বিতরণের জন্য তাঁরা বিরোধী দলনেতার কেন্দ্রকেই বেছে নিয়েছে। এই কর্মসূচিতে নন্দীগ্রামের ৪১ শহীদ পরিবারের মধ্যে ৩৫টি পরিবার উপস্থিত ছিল না।”
Shaan on KK’s Death |ধূমপান-মদ্যপান করতেন না, তাও কেন হৃদরোগ? কেকে-র মৃত্যু আজও মানতে পারেন না শান
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ৩১ মে। কলকাতার (Kolkata Concert) বুকে অনুষ্ঠান শেষ করার পরই না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন জনপ্রিয় গায়ক কেকে (KK)। চিকিৎসকরা জানিয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু এই ‘হৃদরোগ’ তত্ত্বটি আজও মেনে নিতে পারেন না তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু শান (Shaan on KK’s Death)। সম্প্রতি এক সাক্ষাৎকারে […] The post Shaan on KK’s Death | ধূমপান-মদ্যপান করতেন না, তাও কেন হৃদরোগ? কেকে-র মৃত্যু আজও মানতে পারেন না শান appeared first on Uttarbanga Sambad .
Hema Malini: '৬০ বছরে এমন অব্যবস্থা', হেমার সামনেই ক্ষোভ বৃদ্ধর, রেগে কাঁই ড্রিমগার্ল নিজেও
মুম্বইয়ের মথুরার বিজেপি সাংসদ এবং বলিউড অভিনেত্রী হেমা মালিনী বৃহস্পতিবার সকালে ভোট দিতে গেলে একটি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। ভোটকেন্দ্রের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক প্রবীণ নাগরিক আচমকাই এগিয়ে এসে অভিযোগ করতে শুরু করেন। ওই ব্যক্তি জানান যে, তিনি গত ৬০ বছর ধরে এই এলাকায় বাস করছেন, কিন্তু এবার প্রথমবারের মতো ভোটগ্রহণে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তাঁর দাবি, সকাল ৭টা ৩০ মিনিট থেকে তিনি ভোট দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু প্রায় দুই ঘণ্টা পর, অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটে তবেই তাঁর ভোট দিতে পেরেছেন। প্রবীণ নাগরিক অভিযোগ করেন, ভোটকেন্দ্রে কোনও শৃঙ্খলা নেই। কেউ জবাবদিহি করতে বাধ্য নয়, এমনকি স্থানীয় বিজেপি কর্মীরাও উপস্থিত নেই। তিনি যখন এই অভিযোগ হেমা মালিনীর সামনে রাখতে থাকেন, তখন হেমা দৃশ্যত অস্বস্তিতে পড়ে যান। তিনি এক সহযোগীকে ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে বলেন। যদিও মুখে হাসি ছিল, কিন্তু চোখ ঘুরিয়ে বিরক্তির ভাব স্পষ্ট হয়ে উঠেছিল তাঁর আচরণে। Lokkhi Elo Ghore: 'মেয়েদের জীবন পাল্টেছে', নতুন তথ্যচিত্রে ‘লক্ষ্মী’ চরিত্রে শুভশ্রী, প্রশংসায় অভিষেক সহযোগী ওই ব্যক্তিকে “বাদ মে বাত করেঙ্গে” অর্থাৎ পরে কথা বলব,- এই বলে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে প্রবীণ ভদ্রলোক প্রতিবাদ করে বলেন, “পরে না, এখনই সঠিক যগয়াা”- এখনই তাঁর কথা শোনা উচিত। এতে বিরক্ত হয়ে হেমা বলেন, “ইতনা আওয়াজ করেঙ্গে তো কুছ ভি নেহি মিলেগা,” অর্থাৎ অতিরিক্ত হট্টগোল করলে কোনও সমস্যার সমাধান হবে না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমা মালিনী বলেন, মুম্বইয়ের প্রতিটি নাগরিকের জন্য ভোট দেওয়া অত্যন্ত জরুরি। নিরাপত্তা, উন্নয়ন, পরিচ্ছন্ন বাতাস এবং ভালো রাস্তা চাইলে সকলকেই দায়িত্বশীল হতে হবে এবং ভোটের প্রতি সচেতন থাকতে হবে। তাঁর কথায়, “মুম্বই বিশ্বের অন্যতম সেরা শহর, তবে এটি আরও ভালো হতে পারে। এর জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।” Shah Rukh Khan: 'এত সিগারেট খেয়ো না', শাহরুখকে কেন সতর্ক করেছিলেন দেব সাহেব? সম্প্রতি হেমা মালিনী ব্যক্তিগত এক ট্র্যাজেডির মধ্য দিয়ে গিয়েছেন। তাঁর স্বামী, প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র নভেম্বর মাসে ৮৯ বছর বয়সে মারা যান।
Bangladesh Cricket: ক্রিকেটারদের সামনে অবশেষে নতিস্বীকার করতে হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বোর্ড ডিরেক্টর এম নাজমুল ইসলাম বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধেই বিতর্কিত মন্তব্য করেছিলেন। এই মন্তব্য়ের পরই ক্রিকেটাররা তেলে-বেগুনে জ্বলে ওঠেন। এমনকী, একটি সাংবাদিক বৈঠক করে তাঁরা ৪৮ ঘণ্টার 'আল্টিমেটাম' দিয়েছিলেন। অবশেষে বোর্ডের পক্ষ থেকে চরম সিদ্ধান্ত গ্রহণ করা হল। ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিতে কার্যত বাধ্য হলেন নাজমুল ইসলাম। আরও পড়ুন: Bangladesh Cricket Controversy Update: টাইগারদের মুখে ঝামা ঘষে দিল ICC, ফের মুখ পুড়ল বাংলাদেশের ক্রিকেটারদের দাবিতেই সিলমোহর বিসিবি-র বিসিবি-র ডিরেক্টর এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে মর্মাহত হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আর সেকারণে তাঁরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বয়কট পর্যন্ত করে দেন। অবশেষে কোনও রাস্তা খোলা না পেয়ে বোর্ডের পক্ষ থেকে এই চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়। আরও পড়ুন: Bangladesh Cricket Latest News: অবশেষে বোমা ফাটাল ICC, টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বদল নিয়ে বড় আপডেট! বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে একটি সাংবাদিক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হচ্ছে, সাম্প্রতিককালে যে সকল ঘটনা ঘটেছে, তা পর্যবেক্ষণ করার পর বোর্ডের উন্নতির স্বার্থে বিসিবি প্রেসিডেন্ট ফাইন্যান্স কমিটির চেয়ারম্য়ান পদ থেকে বরখাস্ত করেছেন। বোর্ডের কাজকর্ম আরও সহজ করার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।' আরও পড়ুন: ICC Slams Bangladesh Cricket Board: মিথ্যে কথা বলছে বাংলাদেশ! অবশেষে বোমা ফাটাল আইসিসি-র আরও ক্ষমতা বাড়ল BCB সভাপতির ওই প্রেস রিলিজ়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নতুন চেয়ারম্য়ান আসার আগে পর্যন্ত কার হাতে ক্ষমতা থাকবে। বোর্ডের তরফ থেকে ওই প্রেস রিলিজ়ে লেখা হয়েছে, 'আগামী বিজ্ঞপ্তি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টই ফাইন্যান্স দেখবেন। ক্রিকেটারদের উন্নতিই বিসিবি-র একমাত্র লক্ষ্য। ক্রিকেটারদের সম্মান এবং গর্ব বজায় রাখতে আমাদের ক্রিকেট বোর্ড বদ্ধপরিকর। BCB-র আশা এই কঠিন সময়ে বাংলাদেশের ক্রিকেটাররাও নিজেদের পেশাদারিত্ব বজায় রাখবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাঁরা নিয়মিত অংশগ্রহণ করবেন।'
কৃষি বর্ষে অভিনব রীতি, ‘ভূত’থেকে বাঁচতে ভৌতিক দেবদেবী-অপদেবতার পুজো পুরুলিয়ায়
সাবেক মানভূমের মানুষজনের বিশ্বাস, এই পয়লা মাঘ আধিভৌতিক দেবদেবীর আরাধনা করলে ভৌতিক বিপদ বা অলৌকিক ঘটনা থেকে রেহাই মিলবে।
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে যুবককে নির্যাতন বিহারে!
বিহারের সমস্তিপুরের ঘটনা। সোনার দোকানে চুরির অভিযোগের তদন্তে চার দিন পুলিশি হেফাজতে রেখেও নির্যাতিত যুবকের বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে না পারায় তাঁকে শেষমেশ ছেড়ে দিতে বাধ্য হন অফিসারেরা।
Chakulia: আটক ১০, কোন কোন ধারায় মামলা? চাকুলিয়ার ঘটনায় পুলিশ রিপোর্ট সিইও দফতরে
CEO Office: এসআইআর শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল চাকুলিয়া। বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের উপরেও হামলার অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে। পুলিশ রিপোর্ট বলছে, এদিন সকাল আনুমানিক ৯টা নাগাদ স্থানীয় মানুষজন শুনানি নিয়ে বিডিও অফিসের আশেপাশের রাস্তায় অবরোধ শুরু করেন।
History of Dalsingpara |শ্রমিক সর্দারের নাম থেকে দলসিংপাড়া
সমীর দাস, জয়গাঁ: ‘পাড়া’ বলতে সাধারণত কোনও শহর বা বড় জনবসতির নির্দিষ্ট কোনও এলাকাকে বোঝায়। তবে চা বলয় অধ্যুষিত ডুয়ার্সে (Dooars News) একাধিক জনপদের নামের সঙ্গে ‘পাড়া’ শব্দটি যুক্ত রয়েছে। ডুয়ার্সের যেসব এলাকার নামের সঙ্গে ‘পাড়া’ শব্দটি যুক্ত রয়েছে তার মধ্যে অন্যতম জয়গাঁর দলসিংপাড়া (History of Dalsingpara)। ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে হয়ে জয়গাঁ তথা ভুটান […] The post History of Dalsingpara | শ্রমিক সর্দারের নাম থেকে দলসিংপাড়া appeared first on Uttarbanga Sambad .
দেবের কাহিনিতে ‘ভিলেন’অনির্বাণ? শোরগোল টলিউডে
গুঞ্জন, ফের নাকি সম্মুখ সমরে দেব-অনির্বাণ! যা নিয়ে ভক্তশিবিরে হইচই পড়ে গিয়েছে। ব্যাপারটা কী?

18 C