SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

16    C
... ...View News by News Source

কালান্তার ( ১৯ নভেম্বর ২০২৫ )

কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar

কি পি ই কালান্তর 19 Nov 2025 12:00 am

১৯ নভেম্বর রাশিফল: বুধে ঘুরবে কর্কটের ভাগ্যের চাকা, আর আপনার?

জেনে নিন আজকের রাশিফল।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 11:53 pm

Top 5 Sports News, 18 November: ক্রিকেটে জয়, ফুটবলে হার, দেখে নিন দিনের সেরা ৫ খবর

Top 5 Sports News Highlights: মঙ্গলবার (১৮ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ওমানকে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল ভারতীয় এ ক্রিকেট দল। অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে ফুটবলে হেরে গেল টিম ইন্ডিয়া। এদিকে আবার দ্বিতীয় টেস্ট ম্য়াচে অনিশ্চিত শুভমান গিল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। ওমানের বিরুদ্ধে জয় ভারতের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মার ব্যাট থেকে বেরিয়ে এল ম্যাচজয়ী বাউন্ডারি। আর সেইসঙ্গে সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলল টিম ইন্ডিয়া। ওমানের বিরুদ্ধে ১৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ক্রিকেট দল ৬ উইকেটে জয়লাভ করল। টিম ইন্ডিয়া ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য কাঙ্খিত রান অর্জন করে নেয়। টিম ইন্ডিয়ার হয়ে ৫৩ রানে অপরাজিত রইলেন হর্ষ দুবে। পড়ে নিন বিস্তারিত: India vs Oman Match Highlights: দুরমুশ ওমান, যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারত বাংলাদেশের বিরুদ্ধে পরাস্ত টিম ইন্ডিয়া ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। এই ম্য়াচে বাংলাদেশ ১-০ গোলে জয়লাভ করেছে। টাইগারবাহিনীর হয়ে একমাত্র গোলটি করেছেন শেখ মোরসালিন। ভারতের সামনে গোল করার সুযোগ এলেও, তা কাজে লাগানো সম্ভব হয়নি। পড়ে নিন বিস্তারিত: India vs Bangladesh Football: বাংলাদেশের বিরুদ্ধেও হেরে ভুত, লজ্জায় মুখ লুকোচ্ছে ভারতীয় ফুটবল দল হরমনপ্রীতকে 'আক্রমণ' নিগার সুলতানার ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে আক্রমণ করলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। সুলতানার বিরুদ্ধে সতীর্থদের উপর মারধরের অভিযোগ উঠেছে। নিজেকে বাঁচাতেই তিনি হরমনপ্রীতকে কার্যত ঢাল হিসেবে ব্যবহার করলেন। এমন মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত ক্ষোভে ফুঁসতে শুরু করেছে। পড়ে নিন বিস্তারিত: Harmanpreet Kaur: ব্যক্তিগত আক্রোশেই 'অপমান' হরমনপ্রীতকে? বাংলাদেশ অধিনায়কের নিন্দায় সমালোচনার ঝড় খেলতে পারলেন না রায়ান উইলিয়ামস ভারতীয় ফুটবল দলের হয়ে খেলতে পারলেন না রায়ান উইলিয়ামস। ফুটবল অস্ট্রেলিয়ার থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেলেও, ফিফার থেকে এখনও খেলার অনুমতি পাননি রায়ান। সেকারণেই মঙ্গলবার তাঁকে মাঠে নামাতে পারলেন না খালিদ জামিল। যদিও এই ম্য়াচে ভারতীয় ফুটবল দল ১-০ ব্যবধানে হেরে গিয়েছে। পড়ে নিন বিস্তারিত: Indian Football Team: ভারতের হয়ে খেলতে পারবেন না রায়ান উইলিয়ামস? নেপথ্যে এই ভয়ঙ্কর কারণ দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত শুভমান? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২২ তারিখ থেকে এই ম্য়াচ শুরু হবে। তবে এই ম্য়াচে শুভমান গিল (Shubman Gill) খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। জানা গিয়েছে, চিকিৎসকরা এখনও তাঁকে বেশ কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে পারেন। পড়ে নিন বিস্তারিত: IND vs SA 2nd Test News Update: দ্বিতীয় টেস্টের আগেই ভয়ঙ্কর দুঃসংবাদ, হা-হুতাশ করছেন ভারতীয় সমর্থকরা

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Nov 2025 11:46 pm

Howrah Fire News: বাইকের গ্যারেজে বিধ্বংসী আগুন! জীবন্ত জ্বলে মৃত্যু মালিকের

Howrah News Update: কিন্তু কীভাবে আগুন লাগল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওয়েল্ডিংয়ের কাজের সময়ই হঠাৎ করে আগুন লাগে গ্যারাজে। দাহ্য পদার্থের উপস্থিতির কারণে নিমিষে ছড়িয়ে পড়ে আগুন। ঢেকে ফেলে গোটা গ্যারাজ চত্বর।

টিভি 9 বাংলা 18 Nov 2025 11:40 pm

Kolkata News: তিহাড় থেকে প্যারলে ছাড়া পেতেই সিরিয়াল কিলার এসে গা ঢাকা দিল কলকাতায়!

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সহরাব। আজ তাঁকে পার্কস্ট্রিট থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্যারলে ছাড়া পায়। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না তাঁর। এরপর দিল্লির স্পেশ্যাল ব্রাঞ্চের পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাতে শুরু করে। অভিযুক্তের বিরুদ্ধে উত্তরপ্রদেশে ছটি খুনের মামলা ছিল।

টিভি 9 বাংলা 18 Nov 2025 11:35 pm

১৪ বছরের আরাধ্যার বিদেশের সম্পত্তি কত জানেন?

পরিবারের অন্দপমহলের সমীকরণ ঠিক কেমন, তা জানতে যেন মরিয়া সকলেই। তালিকা থেকে বাদ পড়ে না আরাধ্যা বচ্চনও। অন্যতম চর্চিত স্টারকিড। দেখতে দেখতে বয়স হল ১৪। শুভেচ্ছাবার্তায় ভরে উঠছে সোশ্যাল মিডিয়া।

টিভি 9 বাংলা 18 Nov 2025 11:27 pm

Delhi Blast: মানুষ মারার ছক! জেলের ভিতরই জঙ্গি চিকিৎসক সৈয়দকে ফেলে মারল অন্য আসামিরা

জেল সূত্রে জানা গিয়েছে,এ দিন আচমকাই ওই তিন অভিযুক্ত ধৃত জঙ্গির উপরে হামলা করে। ভারতের এবং গুজরাটের মানুষকে কেন মেরে ফেলার চক্রান্ত করেছিল ওই জঙ্গি? সেই কারণে ওই তিনজন মাটিতে ফেলে পেটায় সৈয়দকে। পরে জেল রক্ষীরা ছুটে এসে প্রাণে বাঁচায় ওই জঙ্গিকে। এরপর সৈয়দকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

টিভি 9 বাংলা 18 Nov 2025 11:15 pm

Delhi Blast News: উমর-মুজাম্মিলের ডায়রিতে এক কোড! বড় নাশকতার ছক কষেছিলেন ‘চিকিৎসক জঙ্গিরা’?

Delhi Blast Accused Targets Six Location: এই কোডটি হল 'অপারেশন ডি সিক্স'। কিন্তু এর অর্থ কী? আর উমর-মুজাম্মিলের ডায়রিতে কীভাবেই বা পাওয়া গেল সেই এক কোড? তা আপাতত ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে উমর-মুজাম্মিলের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে বলেই দাবি তাঁদের। কিন্তু কোডের অর্থ কী? উমর আত্মঘাতী হয়েছেন।

টিভি 9 বাংলা 18 Nov 2025 11:09 pm

Digital fraud |ডিজিটাল-শিকার! প্রায় ৩২ কোটি গায়েব মহিলার   

বেঙ্গালুরু: বিপুল পরিমাণ অর্থ ডিজিটাল প্রতারণায় খোয়ালেন বেঙ্গালুরুর এক মহিলা। অনলাইন প্রতারকরা তাঁর কাছ থেকে প্রায় ৩২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সূত্রের খবর, প্রতারকরা নিজেদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই–এর আধিকারিক বলে পরিচয় দিয়ে মহিলাকে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে। তাঁকে ভিডিও কনফারেন্সে যোগ দিতে বাধ্য করে বোঝানো হয় যে, তাঁর ব্যাংক অ্যাকাউন্টগুলি যাচাই করা হচ্ছে। এই […] The post Digital fraud | ডিজিটাল-শিকার! প্রায় ৩২ কোটি গায়েব মহিলার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 10:54 pm

Human trafficking |ভিনরাজ্যে পাচারের ছক! শিলিগুড়ি রেলওয়ে জংশন থেকে উদ্ধার ৪ নাবালিকা   

শিলিগুড়িঃ রেলকর্মীদের তৎপরতায় শিলিগুড়ি রেলওয়ে জংশন থেকে উদ্ধার হল চার নাবালিকা। এরা শিলিগুড়ি দুটি মহিলা স্কুলের ছাত্রী। ছাত্রীদের দাবি, পরিচিত এক মহিলার মাধ্যমে শিলিগুড়ি জংশন থেকে ট্রেনে আসামে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলে দেন রেলকর্মীরা। চার ছাত্রী আদৌ সত্যি বলছে, নাকি নিজেরাই বাড়িতে না জানিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল, বর্তমানে এটাই […] The post Human trafficking | ভিনরাজ্যে পাচারের ছক! শিলিগুড়ি রেলওয়ে জংশন থেকে উদ্ধার ৪ নাবালিকা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 10:47 pm

New Delhi Blast |‘বিরিয়ানি তৈরি, দাওয়াতের জন্য তৈরি হও’, দিল্লি বিস্ফোরণে সাংকেতিক বার্তার খোঁজ

নয়াদিল্লি: লালকেল্লার কাছে ১০ নভেম্বরের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। সোমবার আরও দু’জন আহত এলএনজেপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। মৃতদের পরিচয় লুকমান (৫০) এবং বিনয় পাঠক (৫০)। এখনও বহু আহত হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। লালকেল্লা এলাকার গাড়ি-বোমা বিস্ফোরণ মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সোমবার আরও এক গুরুত্বপূর্ণ সহযোগীকে গ্রেপ্তার করেছে। […] The post New Delhi Blast | ‘বিরিয়ানি তৈরি, দাওয়াতের জন্য তৈরি হও’, দিল্লি বিস্ফোরণে সাংকেতিক বার্তার খোঁজ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 10:36 pm

Explained: ভারত-বাংলাদেশ চুক্তি মেনে ঢাকায় ফেরাতেই হবে হাসিনাকে?

Sheikh Hasina Extradition: সোমবার বিকালেই হাসিনার সাজা নিয়ে মুখ খুলেছে ভারতের বিদেশমন্ত্রক। তাঁদের সুর কিন্তু একটু অন্যরকম। খুব কূটনৈতিক। অতল গভীর বললেও ভুল হবে না। বাংলাদেশ 'ঘনিষ্ট প্রতিবেশী' বলে উল্লেখ করে দেশের বিদেশমন্ত্রক জানিয়েছে, 'বাংলাদেশেরজনগণের স্বার্থে— শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ভারত সরকার অবশ্যই আলোচনা করবে।'

টিভি 9 বাংলা 18 Nov 2025 10:28 pm

Primary Teachers Recruitment: ২০১৭ পর এবার ২০২৫, প্রাথমিকে হবে শিক্ষক নিয়োগ

West bengal Teachers Recruitment: এর আগে প্রাথমিকে নিয়োগ হয়েছিল ২০১৭ সালে। তারপর আর হয়নি। প্রায় আট বছর পর আবারও প্রাইমারিতে শিক্ষক-শিক্ষিকা চেয়ে বিজ্ঞপ্তি দিল পর্ষদ। নিয়োগের দাবিতে বহুবার পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। গত বৃহস্পতিবারও সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। এই আবহের মধ্যেই এবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি পর্ষদের।

টিভি 9 বাংলা 18 Nov 2025 10:27 pm

India vs Bangladesh Football: বাংলাদেশের বিরুদ্ধেও হেরে ভুত, লজ্জায় মুখ লুকোচ্ছে ভারতীয় ফুটবল দল

India vs Bangladesh: ২০২৭ এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জনকারী পর্বে সম্মানরক্ষার ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়। কিন্তু, এই ম্য়াচেও জিততে পারল না খালিদ জামিলের দল। বাংলাদেশ শেষপর্যন্ত ১-০ গোলে জয়লাভ করেছে। ম্য়াচের একমাত্র গোলটি করেছেন শেখ মোরসালিন। Indian Football Team: ভারতের হয়ে খেলতে পারবেন না রায়ান উইলিয়ামস? নেপথ্যে এই ভয়ঙ্কর কারণ প্রসঙ্গত, যোগ্যতা অর্জনকারী পর্বে এই প্রথম কোনও ম্য়াচ জিততে পারল বাংলাদেশ ফুটবল দল। অন্যদিকে, ভারত গত ৫ ম্যাচের মধ্যে একটাতেও জিততে পারেনি। Indian Football News Update: ভারত হারতেই পিঠ বাঁচাচ্ছেন খালিদ? দোষ চাপালেন ফুটবলারদের ঘাড়েই! সুযোগ কাজে লাগাতে পারল না ভারত এই ম্য়াচের ৩১ মিনিটে ভারতের সামনে গোল করার একটি সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু, লালিয়ানজুয়ালা ছাংতের ডান পায়ের শট বক্সের উপর দিয়ে বেরিয়ে যায়। বাংলাদেশ ফুটবল দলের গোলকিপার মিতুল মর্ম একেবারেই সেভ করার পজিশনে ছিলেন না। অবশেষে হামজা চৌধুরি হেড দিয়ে বলটা বিপদমুক্ত করলেন। Indian Football Team Goal: এগিয়ে গিয়েও হল না লাভ! দূর্ভাগ্যের শিকার ভারতীয় ফুটবল দল এই লজ্জার পরাজয় টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। এই পর্বে ৫ ম্য়াচের মধ্যে ভারত একটাতেও জিততে পারেনি। মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে খালিদ জামিল অ্যান্ড কোম্পানি চারটে দলের মধ্যে সকলের নীচে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, ৫ পয়েন্ট সংগ্রহ করে আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। Indian Football Team: সিঙ্গাপুরের বিরুদ্ধে ড্র, এবার কীভাবে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করবে ভারত? এই প্রসঙ্গে আপনাজের জানিয়ে রাখি, যোগ্যতা অর্জনকারী পর্বের শেষ ম্য়াচটা হংকংয়ের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় ফুটবল দলকে। আগামী বছর ৩১ মার্চ এই ম্য়াচের আয়োজন করা হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Nov 2025 10:09 pm

Dinhata |অঙ্গনওয়াড়িতে নেশার ঠেকে অতিষ্ঠ নাগরেরবাড়ি

অমৃতা দে, দিনহাটা: ভেতরে ঢুকলে বোঝা দায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নাকি মদের ঠেক। ঘরগুলোর মাঝে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে নেশাজাতীয় দ্রব্যের খালি প্যাকেট, মদের ভাঙা বোতল। এমনই অবস্থা দিনহাটা (Dinhata)-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নাগরেরবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। স্থানীয়দের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বর্তমানে পরিণত হয়েছে দুষ্কৃতীদের আড্ডাস্থলে। সকাল হোক বা সন্ধ্যা, যে কোনও সময় কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে […] The post Dinhata | অঙ্গনওয়াড়িতে নেশার ঠেকে অতিষ্ঠ নাগরেরবাড়ি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 10:05 pm

বাংলাদেশ-পাকিস্তান থেকে ওদের অ্যাকাউন্টে ঢুকত টাকা?

দিল্লি বিস্ফোরণের পর একে একে সামনে আসে চার চিকিৎসকের নাম। আর তাঁদের নামের সঙ্গে জুড়ে যায় আল ফলহা ইউনিভার্সিটির নাম। সেই বিশ্ববিদ্যালয়েই চলছে জোর তল্লাশি। এবার নামল ইডি। একের পর এক ঘাঁটিতে চলল তল্লাশি।

টিভি 9 বাংলা 18 Nov 2025 10:03 pm

SIR ফর্ম বিলি নিয়ে কলকাতার পারফরম্যান্সে অখুশি কমিশনের টিম, দিল কড়া বার্তা

Review meeting for the progress of SIR: এসআইআর-র জন্য গত ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে রাজ্যে। এসআইআর-র কাজ খতিয়ে দেখতে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের ৪ সদস্যের বিশেষ টিম এদিন কলকাতায় এসেছে। আর প্রথম দিনই কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের এসআইআর-র কাজ খতিয়ে দেখতে বৈঠক করেন কমিশনের প্রতিনিধিরা।

টিভি 9 বাংলা 18 Nov 2025 10:00 pm

Cooch Behar |এক ঘরে একসঙ্গে চলছে দুই স্কুল 

বুল নমদাস, নয়ারহাট: এ এক ‘আজব স্কুল’। এই স্কুলে দুজন শিক্ষক রয়েছেন। খাতায়–কলমে জনা কুড়ি পড়ুয়াও রয়েছে। কিন্তু কোনও ক্লাসরুমই নেই। একই চত্বরে থাকা প্রাথমিক স্কুলের পুরোনো একটি ঘরে একসঙ্গে চার শ্রেণির পঠনপাঠন চলে। সেই ঘরে দুটি মাত্র বেঞ্চ রয়েছে। পাঠশালার এমন দৈন্যদশায় পড়ুয়াদের উপস্থিতিও চমকে দেওয়ার মতোই। কোনওদিন পাঁচ-ছয়জন পড়ুয়া আসে, মাঝেমধ্যে একজনও আসে […] The post Cooch Behar | এক ঘরে একসঙ্গে চলছে দুই স্কুল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 10:00 pm

Kolkata Airport: নাসির আহমেদ নাকি ওয়াসিম আহমেদ নাকি এ বি ওয়াহাব? আসল নাম উদ্ধারে হিমশিম গোয়েন্দারা

জানা গিয়েছে, কলকাতায় ভুয়ো নথি দেখিয়ে নাসির খান নামে একটি পাসপোর্ট তৈরি করেন। অভিযুক্ত কলকাতার বৌ-বাজার চত্বরে থাকতেন। অভিযুক্তের কাছ থেকে আফগান পাসপোর্টও পেয়েছেন গোয়েন্দারা। তাতে নাম উল্লেখ করা হয়েছে এ বি ওয়াহাব। সেই পাসপোর্টের ভিত্তিতে তাঁর নামে লুক আউট নোটিস জারি রয়েছে।

টিভি 9 বাংলা 18 Nov 2025 9:52 pm

Harishchandrapur |শৌচকর্মের জন্য ছুটতে হয় বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিস্থিতিতে ক্ষোভ

সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই পানীয় জল, শৌচালয় কিংবা বিদ্যুতের ব্যবস্থা। যে কারণে এই কেন্দ্রে পড়তে আসা শিশু এমনকি প্রসূতিদেরও পানীয় জল, শৌচালয়ের অভাবে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে। শৌচালয়ের বেহাল দশার কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা চলাকালীন অনেক শিশুকে শৌচকর্ম করতে পড়াশোনা মাঝপথে ছেড়ে বাড়ি ছুটতে হচ্ছে। পাশাপাশি কেন্দ্রে কোনও পানীয় জলের উৎস পর্যন্ত না […] The post Harishchandrapur | শৌচকর্মের জন্য ছুটতে হয় বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিস্থিতিতে ক্ষোভ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 9:51 pm

নাবার্ডের উদ্যোগে রাজ্যে অনুষ্ঠিত হল সমবায় কনক্লেভ, সম্মানিত সেরা সমবায় ব্যাঙ্ক

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সমবায় ও পঞ্চায়েত মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 9:48 pm

Manikchak |সেতু না পেলে ভোট নয়, একজোট গ্রাম, বিডিও অফিস ঘেরাওয়ের হুমকি 

আজাদ, মানিকচক: নদীতে জল বাড়লে নৌকাই ভরসা। আর জল কমলে বাঁশের নড়বড়ে সেতুর উপর দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত। এভাবেই কালিন্দ্রী নদী পেরিয়ে নিত্য যাতায়াত করতে হয় ছয়টি গ্রামের হাজারো মানুষকে। গ্রামগুলির জন্মলগ্ন থেকেই এই হাল। দীর্ঘদিন ধরে কেবল স্থায়ী কংক্রিট সেতুর প্রতিশ্রুতি মিলেছে। কিন্তু সেসব বাস্তবায়িত হয়নি। এবার স্থায়ী সেতুর দাবি পূরণ না হলে বিধানসভা নির্বাচনে […] The post Manikchak | সেতু না পেলে ভোট নয়, একজোট গ্রাম, বিডিও অফিস ঘেরাওয়ের হুমকি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 9:43 pm

লজ্জা, এবার বাংলাদেশের বিরুদ্ধেও হারল খালিদ জামিলের ভারত

মঙ্গলবার ঢাকায় হামজা চৌধুরীদের বিরুদ্ধে ১-০ গোলে হারল সুনীল ছেত্রীহীন ভারত।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 9:33 pm

Purba Bardhaman: ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে ‘অপহৃত’, পরের ঘটনা আরও ভয়ঙ্কর

Man abducted in Purba Bardhaman: ঘটনার তদন্তে নেমে ভাতারের বামশোর থেকে জিয়ারুল শেখকে গ্রেপ্তার করে ভাতার থানার পুলিশ। এই ঘটনায় বাকি জড়িতদের খোঁজে তল্লাশি চলছে। একইসঙ্গে প্রাণগোপাল মণ্ডলকে যিনি ফোন করেছিলেন, তাঁর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি নিয়ে প্রাণগোপালের পরিবার মুখ খুলতে রাজি হয়নি।

টিভি 9 বাংলা 18 Nov 2025 9:30 pm

স্কুলে যাওয়ার সময় চার ছাত্রীকে অপহরণ করে পাচারের চেষ্টা! চাঞ্চল্য শিলিগুড়িতে

রেলকর্মীদের সন্দেহ হওয়ায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেল চারজনই।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 9:28 pm

শিয়ালদহ-কল্যাণী রুটে নতুন এসি লোকাল, বনগাঁ-বারাসত শাখাতেও বাড়ছে ট্রেন

এবার থেকে শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল চলবে রবিবারেও।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 9:26 pm

বজরংবলিকে নিয়ে আপত্তিকর মন্তব্য! রাজামৌলির বিরুদ্ধে দায়ের এফআইআর

দক্ষিণী পরিচালককে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি নেটিজেনদের।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 9:22 pm

Harmanpreet Kaur: ব্যক্তিগত আক্রোশেই 'অপমান' হরমনপ্রীতকে? বাংলাদেশ অধিনায়কের নিন্দায় সমালোচনার ঝড়

India vs Bangladesh : ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) আপাতত গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাঁর অধিনায়কত্বে সম্প্রতি টিম ইন্ডিয়া জিতেছে ২০২৫ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা (Nigar Sultana) ভুলভাল মন্তব্য করে ফেলেছিলেন হরমনপ্রীত কৌরকে নিয়ে। এই মন্তব্য শোনার পর থেকেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো তেতে উঠেছিলেন। Harmanpreet Kaur Wax Statue: দেশকে জিতিয়েছেন বিশ্বকাপ, লিখেছেন ইতিহাস! হরমনপ্রীতকে নিয়ে এবার এল বিশাল খবর প্রসঙ্গত, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে জুনিয়র ক্রিকেটার জাহানারা আলমকে মারধর করার অভিযোগ উঠেছিল। জাহানারার এই মন্তব্যের পর থেকে গোটা ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে যায়। সব জায়গায় উঠতে শুরু করে সমালোচনার ঝড়। অবশেষে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাফাই দিলেন সুলতানা। যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন তিনি। আর সাফাই দিতে গিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের প্রসঙ্গ টেনে আনেন। Harmanpreet Kaur Latest News: হরমনপ্রীতকে নিয়ে 'বড় খবর', শুনলে আপনারও হৃদয় ভাঙবে! অভিযোগ প্রসঙ্গে কী বললেন নিগার সুলতানা যাবতীয় অভিযোগ খারিজ করে নিগার সুলতানা ডেইলি ক্রিকেটকে দেওয়া একটি ইন্টারভিউয়ে বললেন, 'আমি কখনই কোনও ক্রিকেটারকে মারধর করিনি। কেনই বা আমি করব? ব্যাক্তিগত সময়ে আমি ব্যাট কোথায় রাখলাম, হেলমেটে মারলাম কি না, সেটা একান্তই নিজস্ব ব্যাপার। আমি কী হরমনপ্রীত নাকি? স্টাম্পে মারব। আমি আদৌ কাউকে মেরেছি কি না, সেটা দলের যে কোনও কাউকে জিজ্ঞাসা করতেই পারেন।' নিগারের উপর যথেষ্ট আস্থা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। বোর্ডের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তারা অধিনায়ককে সম্পূর্ণ ভরসা করে। সেকারণে নিগারের পাশেই তারা দাঁড়িয়েছে। Harmanpreet Kaur World Cup 2025 Win: হরমনপ্রীতদের বিশ্বজয়, চমকে যাওয়ার মত এসব পেল নতুন প্রজন্ম? ২০২৩ সালে ব্যাট দিয়ে স্টাম্পে মেরেছিলেন হরমনপ্রীত কেন হরমনপ্রীতকে নিয়ে আচমকা এমন কথা বললেন নিগার সুলতানা। কারণ ২০২৩ সালে হরমনপ্রীত কৌর একবার ব্যাট দিয়ে স্টাম্পে মেরেছিলেন। সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচে LBW আউট হয়ে গিয়েছিলেন তিনি। আম্পায়ারের ওই সিদ্ধান্তে যথেষ্ট রেগে গিয়েছিলেন কৌর। রাগের মাথায় তিনি ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। এই ম্য়াচটা শেষপর্যন্ত টাই হয়ে যায়। আর সিরিজটা টিম ইন্ডিয়া ১-১ ব্যবধানে ড্র করে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Nov 2025 9:22 pm

Malda |কাশ্মীরি শাল বিক্রি হবে, অপেক্ষায় মালদা

জসিমুদ্দিন আহম্মদ, মালদা: আবহাওয়ার পূর্বাভাস, এবছর উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেকর্ড শীতে হাড় কাঁপবে বঙ্গে। নভেম্বরেই প্রকৃতি যেন তার ইঙ্গিত দিচ্ছে। সূর্যাস্ত হতেই মানুষের গায়ে উঠতে শুরু করেছে হালকা গরম পোশাক। আবহাওয়ার এই পরিবর্তনে উষ্ণতা নিয়ে হাজির কাশ্মীরি শীতবস্ত্র ব্যবসায়ীরা। প্রবল ঠান্ডায় কাশ্মীরি ফ্যাশনের জোয়ার আনতে শুধু শাল নয়, মালদায় (Malda) এসেছে কাশ্মীরি কাফতান, কাশ্মীরি পেইজলি […] The post Malda | কাশ্মীরি শাল বিক্রি হবে, অপেক্ষায় মালদা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 9:20 pm

Buniadpur |মাঝরাতে ১২ বস্তা ধান উধাও, পরপর চুরি, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন বুনিয়াদপুরে 

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: বুনিয়াদপুরে (Buniadpur) একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। এবার চোরদের নজরে পড়েছে কৃষকদের ধান। গত রবিবার রাতে বুনিয়াদপুর ১ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর হাইস্কুলের মাঠ থেকে ১২ বস্তা ধান লুট করে দুষ্কৃতীরা। কিছুদিন আগে তোলা ও মাড়াই করা ধান শুকোনোর জন্য রাঙ্গাপুকুর, বেলকুরিয়া ও কৃষ্ণবাটী এলাকার প্রায় ৫০ জন কৃষক ওই মাঠে […] The post Buniadpur | মাঝরাতে ১২ বস্তা ধান উধাও, পরপর চুরি, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন বুনিয়াদপুরে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 9:11 pm

উচ্চতা ছোট, আকাশ তো বড়! চার হাত এক হল আসানসোলের নন্দিনী-বালুরঘাটের দীপঙ্করের

খর্বকায় দম্পতির সংসারে খুশির মহল।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 9:11 pm

Kolkata Airport: ঘোষণা চলছে বোর্ডিংয়ের জন্য়, গেট নম্বর ১৪-A তে দাঁড়িয়েছিলেন, হঠাৎই…! কলকাতা বিমানবন্দরে হাড়হিম ঘটনা

Netaji Subhash Chandra Bose International Airport: বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রী নাম শচীন কুমার মিনার (২৭)। তাঁর গন্তব্য ছিল রাজস্থান। এ দিন, প্রথমে তিনি আগরতলা থেকে কলকাতা বিমানবন্দরে আসেন, তারপর রাজস্থান যাবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন। জানা গিয়েছে, তিনি বিমান ৬ই ৪৯১ আগরতলা থেকে কলকাতায় এসে পৌঁছেছিলেন দুপুর ১টা বেজে ৫১ মিনিট নাগাদ।

টিভি 9 বাংলা 18 Nov 2025 9:05 pm

Malda |বাড়িতে ‘বন্দি’ নাবালক, চিকিৎসার ব্যবস্থা প্রশাসনের 

অরিন্দম বাগ, মালদা: তিন বছর বয়সে খেলতে গিয়ে মাথায় চোট লাগে এক নাবালকের। শুরুতে তেমন কিছু সমস্যা দেখা না দিলেও তার কয়েক বছর পর থেকেই প্রভাব পড়তে শুরু করে। ওই নাবালকের যখন বয়স ছয় তখন থেকে বাড়ির সদস্যরা তার ব্যবহার বা আচরণে কিছুটা অসংগতি লক্ষ করেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে […] The post Malda | বাড়িতে ‘বন্দি’ নাবালক, চিকিৎসার ব্যবস্থা প্রশাসনের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 9:02 pm

স্পেশাল অলিম্পিকস ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু কলকাতায়, মঞ্চে দেশের ২২ রাজ্যের বিশেষ ক্রীড়াবিদরা

প্রতিবন্ধী অ্যাথলিটদের মূল স্রোতে ফেরাতে সপ্তাহব্যাপী বিশেষ উদ্যোগ, চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 9:00 pm

৫ দিন নিখোঁজ! জলাশয়ে মিলল শিশুকন্যার নিথর দেহ, খুন নাকি অন্য কিছু?

ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে জানিয়েছে পুলিশ।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 9:00 pm

SIR-এর বিরুদ্ধে অবশেষে পথে নামছে কংগ্রেস, ডিসেম্বরের শুরুতে দিল্লিতে মেগা র‍্যালি

ফের দেরিতে ঘুম ভাঙল হাত শিবিরের।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 8:58 pm

উরি উরি বাবা…, পপ সম্রাজ্ঞী ঊষা উত্থুপের দীর্ঘ জার্নি সেলিব্রেশনে কলকাতা, কবে অনুষ্ঠান?

তাঁর কপালের 'ক' লেখা টিপটিই কলকাতার প্রতি তাঁর একরাশ ভালোবাসার সাক্ষ্য বহন করে।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 8:56 pm

টম ক্রুজের প্রথম অস্কারপ্রাপ্তি, ‘তুমিই অনুপ্রেরণা’, হলিউড সুপারস্টারকে শুভেচ্ছা অনিল কাপুরের

ষাটের দোরগোড়ায় এসে অস্কার প্রাপ্তি টম ক্রুজের।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 8:52 pm

‘আমার কিছু লুকনোর নেই’, হঠাৎই এপস্টেইন ফাইলস প্রকাশের পক্ষে সওয়ান ট্রাম্পের!

স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই 'ইউ টার্ন' নিলেন মার্কিন প্রেসিডেন্ট।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 8:52 pm

Terrorism |‘জঙ্গি ও তাদের মদতদাতাদের রেয়াত করা হবে না’, নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

নয়াদিল্লি: সন্ত্রাসবাদী ও তাদের আশ্রয়দাতাদের একই বন্ধনীতে রাখে ভারত। শান্তি বজায় রাখলে ভালো। কিন্তু উলটো কিছু দেখলেই কড়া হাতে মোকাবিলা করা হবে। সোমবার নাম না করে পাকিস্তানকে এই সুরেই স্পষ্ট বার্তা দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেনাপ্রধান বলেন, দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগোতে বদ্ধপরিকর, কিন্তু কেউ তাতে বাধা দিলে দৃঢ় পদক্ষেপ করা হবে। […] The post Terrorism | ‘জঙ্গি ও তাদের মদতদাতাদের রেয়াত করা হবে না’, নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 8:51 pm

SSC Exam interview list: বিতর্কের মধ্যেই ২৬ তারিখ ইন্টারভিউর জন্য চাকরিপ্রার্থীদের ডাকল SSC

Kolkata: প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে পরীক্ষা হয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লেখা পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। এখন বাকি রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা। এরপর ফল বেরিয়েছে একাদশ-দ্বাদশের ইন্টারভিউ লিস্টের।

টিভি 9 বাংলা 18 Nov 2025 8:50 pm

সংঘাত তুঙ্গে, এবার কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রাজভবনের

হেয়ার স্ট্রিট থানায় ওই লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 8:49 pm

কেন্দ্র-রাজ্য প্রশাসনিক সমন্বয়ে নারাজ সংঘ! মুখপত্রে নাম না করে মোদিকে ‘খোঁচা’

রাজ্য বিজেপির একাংশের চাপেই সংঘের এই অবস্থান?

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 8:49 pm

কেক কেটে গানে গানে জন্মদিনে জুবিন-স্মরণ অসমের, আবেগঘন জিৎ গঙ্গোপাধ্যায়

১৮ নভেম্বর জুবিনের প্রয়াণের পর প্রথম জন্মদিন।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 8:44 pm

Old Malda |২৬ প্রজাতির আলুর বীজ উৎপাদনে সাফল্য

সিদ্ধার্থশংকর সরকার, পুরাতন মালদা: উন্নতমানের আলুর বীজ উৎপাদনে সফল হয়েছেন মহিষবাথানির বাসিন্দা মনোতোষ রাজবংশী। এবার থেকে আলু চাষের জন্য মালদার (Malda) কৃষকদের আর পঞ্জাবের ওপর নির্ভর করতে হবে না। মনোতোষ নিজেও একজন কৃষক। তাঁর কঠোর পরিশ্রম আলু চাষের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তাঁর তৈরি এই আলুর বীজে একদিকে যেমন ভালো ফলন হবে, তেমনি […] The post Old Malda | ২৬ প্রজাতির আলুর বীজ উৎপাদনে সাফল্য appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 8:43 pm

ভয়াবহ আগুনে ভস্মীভূত প্লাইউড কারখানা, চাঞ্চল্য অশোকনগরে

প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 8:36 pm

ইউনুসের ‘ক্যাঙারু কোর্টে’হাসিনার মৃত্যুদণ্ড, ভাবিয়া করিও বিচার

যে সরকার নিজেরাই ‘নির্বাচিত’ নয়, তারা ‘দেশত্যাগী’ নেত্রীর অনুপস্থিতিতে তাঁর বিচার করে!

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 8:32 pm

স্টান্ট-ই হল কাল, জেদের বশেই মৃত্যু হয় জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেতার..

মালায়লাম সিনেমার দীর্ঘ ইতিহাসে বাস্তবধর্মী গল্পই বেশি প্রাধান্য পেয়েছিল। সাধারণ মানুষের জীবন, সমাজ, রাজনীতি, সম্পর্ক, সংগ্রাম- এই ধাঁচেই বানানো হচ্ছিল ছবি। অ্যাকশন ছিল, কিন্তু তা কখনও সিনেমার কেন্দ্রবিন্দু ছিল না। এই ধারাকে আমূল বদলে দিয়েছিলেন এক ব্যক্তি- তাঁর নাম জয়ন। যাকে আজও মালয়ালি দর্শকরা প্রথম সত্যিকারের অ্যাকশন আইকন হিসেবে মনে রাখেন। ১৯৩৯ সালের ২৫ জুলাই কোল্লামে জন্ম হয় তাঁর। এম কৃষ্ণন নায়ার ছোটবেলা থেকেই পড়াশোনা, সংগীত এবং খেলাধুলায় পারদর্শী ছিলেন। স্কুলে এনসিসির ‘বেস্ট ক্যাডেট’ নির্বাচিত হওয়ার পর তিনি সরাসরি ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। ১৫ বছর সেবা করে ‘মাস্টার চিফ পেটি অফিসার’ পদে অবসর নেন। এরপর ভাগ্যের মোড় ঘুরল সিনেমায়। তাঁর খুড়তুতো ভাই, জনপ্রিয় অভিনেতা জয়ভারতির হাত ধরেই তিনি প্রবেশ করেন সিনেমায়। নাম নিলেন ‘জয়ন’। S S Rajamouli: নাস্তিক দাবি করেও ভগবান হনুমানকে দোষ! রাজামৌলির বিরুদ্ধে মামলা দায়ের ১৯৭৪ সালের শাপামোক্ষম—এ প্রথম দেখা যায় তাঁকে। শুরুতে ছোট চরিত্র পেলেও তাঁর সুঠাম দেহ, দম্ভভরা উপস্থিতি, দৃঢ় চোখ, আলাদা সংলাপ বলার ধরন, কয়েক দিনের মধ্যেই দর্শকের মন জয় করে নেয়। পঞ্চমী (১৯৭৬)-ছবির পর তিনি আর পেছনে তাকাননি। নায়ক, খলনায়ক, হাস্যরসাত্মক- সব ধরনের চরিত্রেই তিনি নিজের দাপট দেখান। কিন্তু সবচেয়ে বড় পরিচয় পান তাঁর দুর্দান্ত অ্যাকশন দক্ষতার জন্য। নিজের স্টান্ট তিনি নিজেই করতেন, ঝুঁকি নিতে কখনও পিছপা হতেন না। ১৯৭৯ সালের সরপঞ্চরাম তাঁকে সুপারস্টারডমের শীর্ষে পৌঁছে দেয়। অর্ধনগ্ন জয়নের তেলমাখা শরীরে, আইকনিক দৃশ্য মালয়ালি দর্শকের মানসিকতায় ঝড় তোলে। তিনি হয়ে ওঠেন নতুন পুরুষত্বের প্রতীক, অ্যাকশন-হিরো সংস্কৃতির জন্মদাতা। এর পরের বছরগুলোতে মোচনম, থেনালাঙ্গাল, আঙ্গাক্কুরি, অঙ্গাদি, মীন- সব সিনেমাই তাঁকে আরও জনপ্রিয় করে তোলে। তাঁর সংলাপ “আমরা ভিখারি নই…” আজও পপ সংস্কৃতির অংশ। কিন্তু এই উজ্জ্বল যাত্রাই দুঃখজনক পরিসমাপ্তি পেল। ১৯৮০ সালের ১৬ নভেম্বর কলিলাক্কাম-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলছিল শোলাভারমে। একটি হেলিকপ্টার স্টান্ট নিজেই করতে জেদ ধরেন জয়ন। প্রথম টেক ভালো হলেও তিনি নিখুঁত শট চেয়েছিলেন। দ্বিতীয় বার শুট করার সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারায়। অন্যরা প্রাণে বাঁচলেও জয়ন পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান। হাসপাতালে নেওয়া হলেও সেদিন সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। মাত্র ৪১ বছর বয়সে শেষ হয়ে গেল এক কিংবদন্তির পথচলা। মৃত্যু-পরবর্তী মাসগুলোতেও তাঁর অভিনীত অনেক ছবি মুক্তি পেয়েছিল- যেন দর্শকদের শেষবারের মতো তাদের প্রিয় তারকাকে দেখানোর সুযোগ দিতে। জয়ন শুধু অভিনেতা নন; মালায়ালাম সিনেমায় অ্যাকশন ধারার ভিত্তি গড়ে দিয়েছিলেন তিনি। আজও তাঁর নাম উচ্চারিত হয় শ্রদ্ধা আর বিস্ময়ে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Nov 2025 8:31 pm

জেন জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো

কী কারণে বিক্ষোভ?

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 8:26 pm

Uttar Dinajpur |অজ্ঞাতবাসে ১০ তৃণমূল কাউন্সিলার 

বরুণকুমার মজুমদার, ডালখোলা: উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) ডালখোলা পুরসভার (Dalkhola Municipality) নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের ঠিক ২৪ ঘণ্টা আগে অজ্ঞাতবাসে চলে গেলেন তৃণমূলের ১০ জন বিক্ষুব্ধ কাউন্সিলার। রাজ্য নেতৃত্ব মনোনীত সুজনা দাসকে চেয়ারম্যান করার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বিরোধিতায় সরব হন এই কাউন্সিলাররা। সূত্রের খবর, আগামীকাল, মঙ্গলবার দলের হুইপ অমান্য করে নিজেদের পছন্দের কোনও কাউন্সিলারের […] The post Uttar Dinajpur | অজ্ঞাতবাসে ১০ তৃণমূল কাউন্সিলার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 8:24 pm

যা দেখেন তা সত্যি নয়! বলিউডের কোন রহস্য ভেদ করলেন রণবীর?

রণবীরের কথায় তাঁর জীবনটা অন্য কেউ সাজিয়ে দিতে পারে না। তিনি যেমন তিনি ঠিক সকলের সামনে তেমনটাই থাকতে পছন্দ করেন। আর ঠিক এই কারণেই তাঁর জীবনে কখনও কোনও পিআর (PR) অর্থাৎ পাবলিক রিলেশন অফিসারের প্রয়োজন পড়েনি।

টিভি 9 বাংলা 18 Nov 2025 8:23 pm

হাসিনার মৃত্যুদণ্ডে মুখ খুলল ‘সুযোগসন্ধানী’চিন! বেজিং-বার্তার নেপথ্যে কোন সমীকরণ?

চিনের মন্তব্যকে 'তাৎপর্যপূর্ণ' বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 8:23 pm

Farmer death |চাষ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! উলটে যাওয়া ট্র্যাক্টরে পিষ্ট হয়ে মৃত্যু কৃষকের   

বহরমপুর: নিজের জমিতে চাষ করার সময় ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক কৃষকের। মঙ্গলবার বিকেলে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর মহকুমার অন্তর্গত হরিহরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন নিজের জমিতে ট্র্যাক্টর চালিয়ে চাষ করছিলেন হাসানুজ্জামান বিশ্বাস নামে এক কৃষক। বিকেল নাগাদ চাষ করার সময় জমিতে উলটে যায় ট্র্যাক্টরটি। সেই ট্র্যাক্টরের নীচে চাপা পড়ে […] The post Farmer death | চাষ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! উলটে যাওয়া ট্র্যাক্টরে পিষ্ট হয়ে মৃত্যু কৃষকের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 8:20 pm

শপিং মলের বিলেই লুকিয়ে মারণ রোগ! বেশি ক্ষতি হয় অন্তঃসত্ত্বাদের, জানুন কীভাবে

ভ্রুণের উপর এই রাসায়নিক পদার্থ বিরাট প্রভাব ফেলতে পারে।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 8:19 pm

সেঞ্চুরির পরই শাস্তির খাঁড়া, দুঃখের কাহিনিও শোনালেন বাবর

নিজের জীবনের কঠিনতম অধ্যায় নিয়ে রামিজ রাজার সঙ্গে কথা বলেন বাবর।

সংবাদপ্রতিদিন 18 Nov 2025 8:15 pm

উত্তমকে না জানিয়েই ‘সপ্তপদী’র ক্লাইম্যাক্স চেঞ্জ, জানেন কী চাল চেলেছিলেন সুচিত্রা?

তারাশঙ্কর বন্দ্য়োপাধ্যায়ের সপ্তপদী উপন্যাস অবলম্বনেই ছবিটা তৈরি করেছিলেন অজয় কর। উপন্য়াসের মতো ছবির শেষটা প্রথমে রেখেছিলেন পরিচালক। তবে হঠাৎ সুচিত্রা মনে করলেন, ছবির শেষে উত্তম অভিনীত কৃষ্ণেন্দু চরিত্রের কুষ্ঠ হবে তা দর্শক মেনে নিতে পারবে না।

টিভি 9 বাংলা 18 Nov 2025 7:59 pm

Malda: ৫ দিন ধরে নিখোঁজ শিশুকন্যা, ফিরে গেল স্নিফার ডগও, শেষে পুকুরে নজর পড়তেই…

Malda child dead body recovered: ছোট্ট ঋষিকার হদিস পেতে মঙ্গলবার সাতসকালেই লীলারামটোলায় পৌঁছে যায় পুলিশের ডগ স্কোয়াড। স্নিফার ডগ দিয়ে মোথাবাড়ি থানার পুলিশ এলাকার আনাচে-কানাচে তল্লাশি অভিযান শুরু করে। নিখোঁজ শিশুর গ্রাম সহ আশপাশের সমস্ত জমি, বাগান, পুকুর পাড় সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়। কিন্তু তল্লাশিতে নিখোঁজ শিশুকন্যার কোনও হদিস না পেয়ে ডগ স্কোয়াড চলে যায়।

টিভি 9 বাংলা 18 Nov 2025 7:48 pm

India vs Oman Highlights Cricket Score: লক্ষ্য সেমিফাইনাল, ওমানের বিরুদ্ধে জয়ই লক্ষ্য ভারতের

India vs Oman: পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হারের পর চলতি যুব এশিয়া কাপে ভারতের সামনে সেমিফাইনালে ওঠার রাস্তাটা বেশ কঠিন হয়ে গিয়েছে। ২০২৫ এশিয়া কাপ রাইজ়িং সুপারস্টারস টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্য়াচে আজ ভারত (Indian Cricket Team) খেলতে নামছে ওমানের বিরুদ্ধে। জীতেশ শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া এই ম্যাচে মরণ-বাঁচন লড়াই করবে। কারণ সেমিফাইনালে ওঠার জন্য যে কোনও মূল্যে এই ম্য়াচে জয়লাভ করতেই হবে। ভারতীয় ক্রিকেট দলে যথেষ্ট ব্যাটিং প্রতিভা রয়েছে। কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে সকলেই একে একে ফ্লপ হয়ে যান। কিছুটা ছন্দে দেখা গিয়েছিল বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi)। দলের বোলাররাও একেবারে হতাশ পারফরম্য়ান্স করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Nov 2025 7:43 pm

Malda News: পুলিশ কুকুরের তল্লাশিতে মিলল নিখোঁজ শিশুর দেহ, তুমুল উত্তেজনা এলাকায়

৫ দিন ধরে নিখোঁজ থাকা পাঁচ বছরের শিশুকন্যার দেহ খুঁজে বার করলো পুলিশ কুকুর। মঙ্গলবার দুপুরে মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের লীলারামটোলা এলাকার একটি পরিত্যক্ত জলাশয় থেকেই ওই পাঁচ বছরের কন্যা শিশু দেহ উদ্ধার হয়। আর মৃতদেহ উদ্ধার হতেই খুনের অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের কথা বলে পুলিশের সামনে দাবি জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। এদিন সকাল থেকেই লীলারামটোলা এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় পৌঁছায়। পুলিশ কুকুরের সহযোগিতার পর মৃত শিশু কন্যার দেহ উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। আরও পড়ুন- Prashant Kishor: '১০ হাজারে ভোট বিক্রির তত্ত্ব মানি না', বিহারে কংগ্রেসের অভিযোগ ওড়ালেন প্রশান্ত কিশোর পুলিশ জানিয়েছে, মৃত কন্যা শিশুর নাম ঋষিকা মন্ডল। তার বয়স পাঁচ বছর। এই ঘটনায় মৃতের বাবা মনোজ মন্ডল সংশ্লিষ্ট থানায় মেয়েকে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ওই নাবালিকার দেহ পরিত্যক্ত জলাশয় পড়ে থাকলেও পাঁচদিন ধরে নিখোঁজ হয়ে থাকলেও কেউ জানতে পারলো না, সেটাও পুলিশকে ভাবিয়ে তুলেছে। বরঞ্চ এদিন ওই নাবালিকার বাড়িতে পুলিশ কুকুর গিয়ে তার পোশাকের গন্ধ নিয়েই সকাল থেকেই শুরু হয় তল্লাশি অভিযান । এরপর পরিত্যক্ত জলাশয় থেকেই ওই কন্যা শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের বাবা মনোজ মন্ডল পেশায় কৃষক। মা জয়শ্রী মন্ডল গৃহবধূ । ওই মন্ডল পরিবারের একছেলে এবং এক মেয়ে। ঋষিকা ছিল বাড়ির বড়। গত ১৪ নভেম্বর বিকেলে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে বাবার সঙ্গেই জমিতে কৃষি কাজ দেখতে গিয়েছিল ঋষিকা। এরপর সেই একাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ওই শিশু কন্যা বাড়িতে আর ফেরেনি বলে অভিযোগ। আরও পড়ুন- Weekend trip: যাতায়াতে খরচ মাত্র ১৩০! কলকাতার এক ঘন্টা দূরত্বেই স্বর্গ! নদী পাড়ের নীরব সৌন্দর্য্যে মোহিত হবেনই! রাতভর খোঁজাখুঁজির পর ১৫ নভেম্বর তার মেয়েকে কেউ বা কার অপহরণ করেছে বলে অভিযোগ দায়ের করেন বাবা মনোজ মণ্ডল। প্রায় ৫ দিন কেটে যাওয়ার পর অবশেষে জেলা পুলিশের পদস্থ কর্তাদের দারস্থ ওই কন্যা শিশুর পরিবার। এদিন সকাল থেকেই প্রশিক্ষণযুক্ত কুকুরের সহযোগিতা নিয়ে তল্লাশি শুরু করে মোথাবাড়ি থানার পুলিশ। মৃতের এক কাকা সপ্তর্ষি মণ্ডল বলেন, ভাইঝিকে কেউ বা কারা অপহরণ করার পর শ্বাসরোধ করে খুন করেছে। তবে আমাদের পরিবারের সঙ্গে কারোর কোনও শত্রুতা নেই। কেন এভাবে ভাইজিকে মারা হলো, কিছুই বুঝতে পারছি না। আরও পড়ুন- Red Fort blast : লাল কেল্লা বিস্ফোরণ: উমর নবির ভয়ঙ্কর 'চরম বার্তা' ভাইরাল, তদন্তে NIA মৃতের বাবা মনোজ মন্ডল বলেন, আমার মেয়েকে এলাকারই কোনও দুষ্কৃতীরা খুন করেছে। তবে তার আগে ধর্ষণ করা হয়েছে কিনা সেটা পুলিশ বলতে পারবে। আমাদের সাথে তো কারোর কোনও শত্রুতা ছিল না। কেন এভাবে মেয়েকে দুষ্কৃতীরা মেরে ফেলল, কিছুই বুঝতে পারছি না। পুরো বিষয়টি নিয়ে খুনের অভিযোগ দায়ের করেছি। এদিকে, যেখানে ঋষিকার দেহ উদ্ধার হয়েছে ওই পরিত্যক্ত জলাশয়ের বিষাক্ত সাপের উপদ্রব ভয়ে কেউ যায় না । আর সেখানেই ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে।মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ওই পরিবারের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানিয়েছি। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, মৃতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ময়নাতদন্তে রিপোর্টের পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Nov 2025 7:40 pm

SIR Transgender |এসআইআরে গুরুমা’ই আত্মীয় পরিবার বিচ্ছিন্ন বৃহন্নলাদের, জানাল নির্বাচন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে চলছে SIR প্রক্রিয়া। বাড়ি বাড়ি থেকে ভোটারদের চলছে এনুমারেশন ফর্ম ফিলআপ ও সংগ্রহের কাজ। আর এই কাজ করতে গিয়ে নিত্যদিন নিত্যনতুন প্রশ্নের মুখে পড়ছেন বিএলওরা। এবার সামনে এসেছে বৃহন্নলাদের একটি সমস্যা নিয়ে। তাঁরা কীভাবে SIR-এর ফর্ম ফিলআপ করবেন তা নিয়ে চিন্তিত বৃহন্নলা […] The post SIR Transgender | এসআইআরে গুরুমা’ই আত্মীয় পরিবার বিচ্ছিন্ন বৃহন্নলাদের, জানাল নির্বাচন কমিশন appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 7:31 pm

C. V. Ananda Bose |থানায় অভিযোগ রাজভবনের! পাত্তাই দিচ্ছেন না কল্যাণ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজভবনের বিরোধের জল গিয়ে গড়াল থানা-পুলিশ অবধি। মঙ্গলবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে সরাসরি থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C. V. Ananda Bose)। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার কল্যাণ দাবি করেন, রাজভবনে বোমা-বন্দুক মজুত রয়েছে। কল্যাণ বলেন, ‘রাজ্যপালকে আগে বলুন […] The post C. V. Ananda Bose | থানায় অভিযোগ রাজভবনের! পাত্তাই দিচ্ছেন না কল্যাণ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 7:26 pm

Diabetes |ডায়াবিটিস থাকবে নিয়ন্ত্রণে, অবশ্যই খাদ্যতালিকায় রাখুন এই ড্রাই ফ্রুটসগুলি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ড্রাই ফ্রুটসে থাকা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে ডায়াবিটিস রোগীদের জন্য (Diabetes)। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে চাইলে খাদ্যতালিকায় কিছু ড্রাই ফ্রুটস রাখতে হবে। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আখরোট আখরোটকে খুবই স্বাস্থ্যকর বাদাম হিসেবে বিবেচনা করা হয়। এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন থাকে। যা […] The post Diabetes | ডায়াবিটিস থাকবে নিয়ন্ত্রণে, অবশ্যই খাদ্যতালিকায় রাখুন এই ড্রাই ফ্রুটসগুলি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 7:14 pm

Kinnow vs Orange: কমলালেবু ভেবে যেটা খাচ্ছেন, সেটা আসল তো? মার্কেটে কেনার সময় খেয়াল রাখুন

কিনো আর কমলালেবু দুটি ফল দেখতে প্রায় একই রকম হলেও, স্বাদ, খোসার গঠন এবং উৎসের দিক থেকে এদের মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য। ক্রেতাদের এই বিভ্রান্তি দূর করার জন্য জেনে নিন এই দুটি জনপ্রিয় সাইট্রাস ফলের মধ্যেকার মূল তফাৎগুলি।

টিভি 9 বাংলা 18 Nov 2025 7:11 pm

Mukul Roy:মুকুল রায়ের অসুস্থতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট-চর্চা! কী বললেন ছেলে শুভ্রাংশু?

বর্ষীয়ান রাজনীতিবিদ এবং দেশের প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। গত ১৫ মাস ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এই প্রাক্তন তৃণমূল নেতা। তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুকুল রায়ের হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি ভাইরাল হয়েছে। কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ ব্যবহারকারী এই ছবির সঙ্গে নানা মন্তব্য করেছেন। তবে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় বিষয়টি রীতিমতো মর্মাহত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জবাব দিয়েছেন। শুভ্রাংশু রায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “যারা বাংলার বর্ষীয়ান নেতা মুকুল রায়ের অসুস্থতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তা শুধুমাত্র তাদের ব্যক্তিগত রুচির পরিচয় নয়, বরং পিতা-মাতার কাছ থেকে পাওয়া কুরুচিকর শিক্ষার পরিচয়ও। প্রতিটি মানুষের জীবনেই নানা রোগব্যাধি আসে। অন্যের অসুস্থতার সঙ্গে বিদ্রুপ করা কুরুচিকর এবং বিকৃত মানসিকতার প্রকাশ।” আরও পড়ুন- Beldanga Kartik Lorai: আলো নেই, প্যান্ডেল নেই! তবুও কেন এত জনপ্রিয় বেলডাঙার কার্তিক লড়াই? জানতে পড়ুন তিনি আরও বলেছেন, “অসুস্থতা নিয়ে যারা বিকৃত মানসিকতা দেখাচ্ছেন, তাদের জন্য আমার শুভকামনা রইল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, একদিন তাদের চৈতন্য হোক, শুভ বুদ্ধি উদয় হোক। সর্বোপরি, আমি প্রার্থনা করি, এই জন্মে পিতা হিসাবে যে মানুষটিকে পেয়েছি, পরবর্তী প্রতিটি জন্মেও যেন মুকুল রায়কে আমার পিতা হিসেবে পাই।” আরও পড়ুন- Weekend trip: যাতায়াতে খরচ মাত্র ১৩০! কলকাতার এক ঘন্টা দূরত্বেই স্বর্গ! নদী পাড়ের নীরব সৌন্দর্য্যে মোহিত হবেনই! মুকুল রায় তৃণমূলে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই ছিলেন। দীর্ঘ দশক ধরে রাজ্য এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের রেল মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। যদিও কিছুদিনের জন্য তিনি বিজেপিতেও যোগ দিয়েছিলেন, শেষ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতিতে নেই। আরও পড়ুন- Nitish Kumar: নীতীশের হাতেই আবার বিহারের চাবি! শপথের অপেক্ষায় NDA-র নয়া সরকার

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Nov 2025 7:01 pm

Joint Pain |শীত পড়লেই অস্থিসন্ধির ব্যথায় কাবু! রইল সমস্যা সমাধানের কিছু উপায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়লেই শুরু হয় হাঁটু, কোমরের ব্যথা (Joint Pain)। বয়স্কদের এই সময় আরও বেশি কষ্ট হয়। তবে এই সমস্যার সমাধান হতে পারে সহজেই। রইল সেরকমই কয়েকটি উপায়। খাবার ভিটামিন ডি, ক্যালশিয়াম, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হাড় মজবুত রাখতে সাহায্য করে। শাকসবজি, দুধ, বাদাম, টকদই, ডিম এই ধরনের খাবারগুলি নিয়মিত খাওয়া দরকার। […] The post Joint Pain | শীত পড়লেই অস্থিসন্ধির ব্যথায় কাবু! রইল সমস্যা সমাধানের কিছু উপায় appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 6:59 pm

Patanjali: চুলের বৃদ্ধিতে কতটা সাহায্য করে আয়ুর্বেদিক পদ্ধতি? জেনে নিন রামদেব কী বলছেন…

Yoga guru Ramdev tips: যোগগুরু রামদেবের মতে, চুল পড়ার অনেক কারণ রয়েছে। খারাপ খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রাও এর কারণ। কিছু ক্ষেত্রে, জিনগত কারণেও চুল পড়ে। মানুষ এখন অল্প বয়সেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে। চুলে রং করার ক্ষেত্রে ক্রমবর্ধমান রাসায়নিক ব্যবহারও একটি কারণ হতে পারে।

টিভি 9 বাংলা 18 Nov 2025 6:37 pm

Gujarat |চলন্ত অবস্থায় আচমকাই অ্যাম্বুল্যান্সে আগুন! গুজরাটে অগ্নিদগ্ধ হয়ে মৃত সদ্যোজাত সহ ৪ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক ঘটনা গুজরাটে (Gujarat)। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আচমকাই আগুন (Fire) চলন্ত অ্যাম্বুল্যান্সে (Ambulance)। আর তাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক সদ্যোজাত, এক চিকিৎসক সহ ৪ জনের। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, গুজরাটের আরাবল্লি জেলার মোদাসা শহরের কাছে ঘটনাটি ঘটেছে। মাত্র একদিন আগেই জন্ম হয়েছিল সদ্যোজাতটির। কিন্তু জন্মের পর থেকেই […] The post Gujarat | চলন্ত অবস্থায় আচমকাই অ্যাম্বুল্যান্সে আগুন! গুজরাটে অগ্নিদগ্ধ হয়ে মৃত সদ্যোজাত সহ ৪ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 6:34 pm

Shilajit-Chandrabindoo: শীতের আমেজে জমে যাবে সুরেলা সন্ধ্যা, প্রথমবার এক মঞ্চে শিলাজিৎ-চন্দ্রবিন্দু! টিকিটের দাম কত জানেন?

Shilajit Chandrabindoo Interview: জোজো-পৌষালীর বিতর্কের মাঝেই এক মঞ্চে শিলাজিৎ-চন্দ্রবিন্দু! দর্শকের কাছে বিরাট প্রাপ্তি? শিলাজিৎ: শিল্পীদের মধ্যে টুকটাক অশান্তি হয়। সেটা অস্বীকার করছি না। তবে আমার বিশ্বাস দু-একজন ছাড়া বাকি কেউ পাবলিক প্ল্যাটফর্মে পরস্পরের বিরুদ্ধে কথা বলে। চন্দ্রবিন্দুর সঙ্গে আমার ব্যক্তিগত কোনও সমস্যা নেই। আমি যে কোনও শিল্পীর সঙ্গে কাজ করতে আগ্রহী। চন্দ্রবিন্দুর ক্ষেত্রে এটা একটু স্পেশাল। আমাদের আলাপ, বন্ধুত্ব বহুদিনের। যখন আমরা লাইমলাইটে আসিনি তখন থেকেই একে অপরের প্রতি আন্তরিক শ্রদ্ধা ছিল। ওঁরা আমার সাউন্ড, ভাবনা ভালবাসে, আমিও তাই। উপল, অনিন্দ্যর সঙ্গে আলাদাভাবে কাজ করেছি। এবার আমাদের এই যুগলবন্দি দর্শকের কাছে বিরাট প্রাপ্তি কিনা জানি না তবে আশা করছি ভাল লাগবে। শিলাজিৎ-কে অনেকেই ঠোঁটকাটা বলে। চরিত্রের এই বৈশিষ্ট্যের জন্য কখনও কোনও সমস্যায় পড়তে হয়েছে? শিলাজিৎ: সমস্যায় পড়তে হবে জেনেই তো ঠোঁটকাটা। যে কথাগুলো বলতে ইচ্ছে করে সেগুলো বলে দিই। তারপর আমাকে নিয়ে নানারকম চর্চা হয়। অনেকে অনেকরকম ভেবে নিয়ে আমার সম্পর্কে একটা ধারণা তৈরি করে নেয়। নিজের সম্পর্কে যখন গল্প শুনি তখন ভাবতে অবাক লাগে মানুষ এত কিছু কী করে জেনে গেল! আমার তো মনে হয় আমি একা ভুক্তভোগী নই, আমার মতো অনেকেই আছেন। আমি এগুলো এড়িয়ে যাই। কাউকে আমি কখনও নিজের থেকে কিছু বলি না যদি না সে আমাকে আক্রমণ করে। প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু ভুল-ত্রুটি থাকে। আমরা সবাই একটা কাচের ঘরে বাস করি। কেউ কেউ আছে যাঁরা কাচের ঘরের পাশ থেকে ঢিল ছোড়ে না আবার অনেকে আছে আবার উলটো দিক থেকে পাথর ছোড়ে। আগে বাংলা ব্যান্ডের গান ছিল নির্ভেজাল বিনোদন, আজকাল ব্যান্ডের গানে রাজনীতির গন্ধ.. চন্দ্রিল ভট্টাচার্য: এরকম বোধহয় বলা যায় না। ব্যান্ডের গানের ক্ষেত্রে এমন স্পষ্ট কোনও বদল ঘটেছে বলে আমার মনে হয় না। আগেও ব্যান্ডের গানে রাজনৈতিক কথা ছিল, সমাজের অনেক কিছুর প্রতিই শ্লেষ ছিল, এখনও তা আছে। আবার বিনোদনের প্রতি ঝোঁক সবসময়েই লক্ষ করা যায়। আরও পড়ুন প্রথমবার আবীর দাকে দেখে আমি জাস্ট ক্লিন বোল্ড, শট দিতে পারতাম না: ইশা সাহা মহিনের ঘোড়গুলি-র মতো ব্যান্ড কখনও চন্দ্রবিন্দুর উপর প্রভাব ফেলেছিল? চন্দ্রিল ভট্টাচার্য: যে ব্যান্ড বা গায়ক অন্যরকম গান করেছেন তাঁরা নিঃসন্দেহে আমাদের সাহস ও প্রেরণা জুগিয়েছেন। কিন্তু আমাদের গান তৈরির ক্ষেত্রে কারও কোনও প্রভাব আছে বলে আমাদের মনে হয় না। অচেতনে প্রভাব পড়ে থাকতে পারে, সেটা শ্রোতা ও সমালোচকরা নির্ণয় করবেন। চন্দ্রবিন্দুর নামকরণের নেপথ্যে তো একটা গল্প আছে... চন্দ্রিল ভট্টাচার্য: উপলের দাদাদের একটা নাটকের দল ছিল। যার নাম ছিল ‘চন্দ্রবিন্দু’। সে দল উঠে যায়। পরে যখন উপল একটা গানের দল গড়বে ঠিক করে এবং একটা নাম খুঁজতে থাকে দাদা বলেন, আমাদের নামটাই তোরা নিয়ে নে। এবার, দাদারা কেন নাটকের দলের নাম ওইটা দিয়েছিলেন, সে কথা আমরা জানি না। শিলাজিৎ-চন্দ্রবিন্দুকে এক মঞ্চে আনার ভাবনা কেন? তীর্থঙ্কর ভট্টাচার্য: চন্দ্রবিন্দুর গানের মধ্যে সব ধরনের আবেগ অনুভব করতে পারি। মজা, প্রেম, ব্যঙ্গ, পাগলামি যা প্রতিটি বাঙালিরই খুব প্রিয়। আর কোনও না কোনভাবে সবাই এর সঙ্গে যুক্ত হতে পারে। শিলাজিতের গানেও সেই একই জিনিসগুলো আছে তবে একদম অন্য রূপে, অন্য আকারে। তাই সংগীতের মঞ্চে তাঁদের যুগলবন্দিতে অনন্য কিছু সৃষ্টি হতে পারে সে কথা বলাইবাহুল্য। অনেক সিঙ্গলস বা একক এবং যুগলবন্দি গান হয়তো আমরা উপহার পেয়েছি কিন্তু মঞ্চে এই প্রথম। সেখান থেকেই এই ভাবনার জন্ম। আমাদের ছোটবেলাটা কেটেছে তাঁদের গান শুনেই আর কর্মসূত্রে ওঁরা এখন আমার খুব কাছের মানুষ। তাই ওঁদের নিয়ে কাজ করার আনন্দটাই আলাদা।' এই অনুষ্ঠানে ভিড় সামলানোর জন্য বিশেষ কী ব্যবস্থা থাকছে? আজকাল কনসার্ট বা লাইভ অনুষ্ঠানে অনেক ঘটনা ঘটে যায়.. তীর্থঙ্কর ভট্টাচার্য: আমাদের সবরকম ব্যবস্থা রয়েছে। প্রাইভেট সিকিওরিটি থেকে বাউন্সার, অ্যাম্বুলেন্স যেখানে আইসিইউ-এর সুবিধাও থাকছে। এছাড়াও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, ইনহাউজ চিকিৎসক, নার্স সহ একাধিক ভলেন্টিয়ার্স। আশা করছি অনভিপ্রেত কোনও ঘটনা ঘটবে না। টিকিটের দাম? তীর্থঙ্কর ভট্টাচার্য: টিকিটের দাম শুরু ৩৯৯ থেকে সর্বোচ্চ মূল্য ২১৯৯। বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। অনলাইন-অফলাইন দু'জায়গাতেই টিকিট কাটার সুবিধা রয়েছে। শিলাজিৎ-চন্দ্রবিন্দু যুগলবন্দি গানের দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করবে বলে মনে করেন? এই প্রসঙ্গে শিলাজিৎ বা চন্দ্রবিন্দু কেউই নিজেদের বিষয়ে কথা বলতে স্বচ্ছন্দ্য নন। তাঁরা মনে করেন এটা দর্শকের রায়ে বিচার হবে। তবে আয়োজক বলছেন, 'আমাদের ধারণা বাংলা গানের ইতিহাসে শিলাজিৎ এবং চন্দ্রবিন্দু দুজনেই খুব ভূমিকা পালন করেন। আমরা ভাগ্যবান যে বাংলা গানের এই স্বর্ণযুগের অংশ হতে পেরেছি।' আরও পড়ুন ঋত্বিক ঘটক হয়ে উঠতে আগে আমাকে 'অ-শিলাজিৎ' হতে হয়েছে: শিলাজিৎ

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Nov 2025 6:33 pm

‘গান বাকি রয়ে গেল…’, জুবিনের জন্মদিনে অসমে জিৎ গঙ্গোপাধ্যায়

জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বহু বছরের বন্ধুত্ব জুবিন গর্গের। দুই বন্ধুর জুটি বেঁধে অসংখ্য গান উপহার দিয়েছেন। যা কিনা আজও বাংলা সিনেমার সুপারহিট গানের তালিকায় প্রথম দিকেই জায়গা করে নেয়। সেই প্রিয় বন্ধুকে হারিয়ে আজও তাঁর শূন্যতায় কেঁদে ওঠেন জিৎ। আর তাই তো প্রয়াত বন্ধুর জন্মদিনে গুয়াহাটিতে ছুটলেন জিৎ। জুবিনের স্ত্রী গরিমার পাশে দাঁড়িয়ে উদযাপন করলেন দিনটি।

টিভি 9 বাংলা 18 Nov 2025 6:26 pm

TMC: বাবরি মসজিদ ধ্বংসের দিনেই কলকাতায় মেগা ইভেন্ট! 'সংহতি দিবস' পালন করবে তৃণমূল

TMC Sanghati Dibosh: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন তৃণমূল কংগ্রেস বড় আকারে সংহতি দিবস পালন করতে যাচ্ছে। কলকাতা শহরের মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে অনুষ্ঠিত হবে সমাবেশ। সেই সমাবেশে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শাসকদলের শীর্ষনেতৃত্ব উপস্থিত থাকতে পারেন। তৃণমূল সূত্রে জানা গেছে, এই সমাবেশে উপস্থিত থেকে তারা সংহতি ও ঐক্যের বার্তা দেবে। সমাবেশের আয়োজনের দায়িত্বে থাকছে তৃণমূলের ছাত্র, যুব এবং সংখ্যালঘু সংগঠন। তৃণমূল সূত্রে আরও খবর, এই সমাবেশকে শুধুমাত্র একটি রাজনৈতিক ইভেন্ট নয়, বরং একত্রিত হয়ে সংহতি ও সাম্প্রদায়িক ঐক্যের বার্তা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তুলে ধরার চেষ্টা হবে। দলের নেতা-মন্ত্রীরা বিভিন্ন ভাষণে এই বার্তা তুলে ধরবেন এবং জনগণকে মনে করিয়ে দেবেন যে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা কতটা জরুরি। আরও পড়ুন- West Bengal News Live Updates:SIR-এ নতুন চ্যালেঞ্জ, নির্বাচনের কমিশনের নয়া নির্দেশিকায় BLO-দের দায় ও চাপ আরও বাড়ল এদিকে, রাজ্যে আগামী বছরের বিধানসভা ভোটের আগে এমন সমাবেশ তৃণমূলের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে শহর কলকাতায় এই ধরনের বড় সমাবেশ রাজনৈতিক প্রভাব বাড়াতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আরও পড়ুন- Weekend trip: যাতায়াতে খরচ মাত্র ১৩০! কলকাতার এক ঘন্টা দূরত্বেই স্বর্গ! নদী পাড়ের নীরব সৌন্দর্য্যে মোহিত হবেনই! তৃণমূল সূত্রে আরও জানা গেছে, সমাবেশে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি বিশেষ দায়িত্বে থাকবে ছাত্র, যুব এবং সংখ্যালঘু সংগঠন। আরও পড়ুন- Red Fort blast : লাল কেল্লা বিস্ফোরণ: উমর নবির ভয়ঙ্কর 'চরম বার্তা' ভাইরাল, তদন্তে NIA ৬ ডিসেম্বরের এই সমাবেশে তৃণমূল কংগ্রেসের নেতা এবং সাধারণ কর্মীরা একত্রিত হয়ে সংহতি দিবসের গুরুত্ব ও বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দেবেন। এটি তৃণমূলের রাজনৈতিক এবং সামাজিক উপস্থিতি উভয়ই দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Nov 2025 6:19 pm

Balurghat |ষাঁড়ের তাণ্ডবে ভাঙল বেঞ্চ-সিমেন্টের পিলার! হুলস্থুল কাণ্ড বালুরঘাট আদালত চত্বরে

বালুরঘাট: কর্মব্যস্ততায় ডুবে ছিলেন উকিল, মুহুরি থেকে শুরু করে সকলে। আর ঠিক সেই সময়ই বেঞ্চ, টেবিল ভেঙে চুরমার হল বালুরঘাট জেলা আদালতে (Balurghat)। যদিও এই ভাঙচুরের অভিযোগ জানানো সম্ভব নয়। কারণ এই ঘটনার নেপথ্যে রয়েছে দু’টি ষাঁড়। আর এই ষাঁড় দু’টির মারামারিতে মঙ্গলবার তুমুল কাণ্ড বাঁধে আদালত চত্বরে (Bull fight)। প্রাণ বাঁচিয়ে ছোটাছুটি শুরু করেন […] The post Balurghat | ষাঁড়ের তাণ্ডবে ভাঙল বেঞ্চ-সিমেন্টের পিলার! হুলস্থুল কাণ্ড বালুরঘাট আদালত চত্বরে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 6:13 pm

কোনও নারীর সঙ্গে পরকীয়ায় জড়ায়নি রঞ্জিত মল্লিকের নাম, কেন জানেন?

‘মৌচাক’-এর মতো হাস্যরসে ভরপুর রোম্যান্টিক ছবিতেও কাজ করেন তিনি। একটা সময়ের পর ধারাবাহিকভাবে বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন রঞ্জিত মল্লিক। মুনমুন সেন থেকে শুরু করে মৌসুমী চট্টোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী, সন্ধ্যা রায়… একের পর এক তৎকালীন সুন্দরী অভিনেত্রীর সঙ্গে জুটিতে পর্দায় রোম্যান্স করেছিলেন তিনি।

টিভি 9 বাংলা 18 Nov 2025 6:04 pm

Babar Azam |আইসিসির শাস্তির মুখে বাবর আজম, মেজাজ হারিয়ে উইকেট ভাঙতেই জরিমানার খাঁড়া!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান ক্রিকেটের অন্যতম তারকা বাবর আজমকে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে আউট হওয়ার পর হতাশা থেকে স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করার ফলেই এই শাস্তির মুখে পড়লেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে ব্যক্তিগত ৩৪ রানে আউট […] The post Babar Azam | আইসিসির শাস্তির মুখে বাবর আজম, মেজাজ হারিয়ে উইকেট ভাঙতেই জরিমানার খাঁড়া! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 6:03 pm

Tata Sierra: নয়ের দশকের ‘সিয়েরা’ নতুন রূপে ফিরিয়ে নিয়ে এল Tata Motors!

Legend Reborn: ১৯৯১ সালের নস্টালজিক এসইউভি, টাটা সিয়েরা এবার আধুনিক প্রযুক্তি ও ডিজাইনের মিশেলে ভারতের রাস্তায় নামার জন্য তৈরি। এই গাড়ির আনুষ্ঠানিক লঞ্চের তারিখ আগামী ২৫ নভেম্বর, ২০২৫-কে ইতিমধ্যেই ঘোষণা করেছে সংস্থা।

টিভি 9 বাংলা 18 Nov 2025 5:59 pm

Tea Garden |দ্বিপাক্ষিক চুক্তিতে খুলল তিন চা বাগান

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: প্রায় দু’মাস পর একযোগে খুলল তিন চা বাগান (Tea Garden)। সোমবার থেকে ফের কাজে গেলেন ধরণীপুর, রেডব্যাংক ও সুরেন্দ্রনগর বাগানের শ্রমিকরা। তবে, এদিন শ্রমিকদের উপস্থিতি কম ছিল। অনেকেই বিঘা শ্রমিকের কাজে আশপাশের বাগানে চলে যাওয়ার কারণে এই গরহাজিরা। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে বাগান পরিচালকদের আশা। ফের কাজে যোগ দেওয়ার […] The post Tea Garden | দ্বিপাক্ষিক চুক্তিতে খুলল তিন চা বাগান appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 5:56 pm

Gunmen attacked |শিক্ষককে খুন করে ২৫ জন ছাত্রীকে অপহরণ! ভয়ংকর ঘটনা এই স্কুলে…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্কুলে ঢুকে ২৫ জন ছাত্রীকে অপহরণ। বাধা দিতে গেলে শিক্ষককে খুনের অভিযোগ উঠল সশস্ত্র দুষ্কৃতীদের (Gunmen attacked) বিরুদ্ধে। আফ্রিকা (Africa)-র নাইজেরিয়ার (Nigeria) ঘটনা। দুষ্কৃতীদের গুলিতে আরও একাধিক জন জখম হয়েছেন বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কেব্বি স্টেট অঞ্চলে। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি […] The post Gunmen attacked | শিক্ষককে খুন করে ২৫ জন ছাত্রীকে অপহরণ! ভয়ংকর ঘটনা এই স্কুলে… appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 5:54 pm

Top Peaceful Countries: সেনাবাহিনী নেই, বিশ্বের এই ৫ দেশ কীভাবে কাটায় চরম শান্তিতে?

Top Peaceful Countries: পৃথিবীর বেশিরভাগ দেশই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছে। প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করা আজও অনেক রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। তার মধ্যে ভারতও আছে। কিন্তু এর বাইরেও বিশ্বের এমন কিছু দেশ আছে যারা স্থায়ী সেনাবাহিনী ছাড়াই বহু বছর ধরে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রেখেছে। এই দেশগুলো দেখিয়ে দিয়েছে যে শক্তিশালী সামরিক বাহিনীই নিরাপত্তার একমাত্র পথ নয়। বরং সামাজিক স্থিতিশীলতা, কঠোর আইনশৃঙ্খলা, স্বচ্ছ প্রশাসন, জ্ঞানভিত্তিক সমাজ এবং নিরপেক্ষ বিদেশনীতি একটি দেশকে আরও বেশি নিরাপদ রাখতে পারে। ১) সিঙ্গাপুর বিশ্বের এই শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরের নাম প্রথমেই আসে। ছোট একটি নগর-রাষ্ট্র হওয়া সত্ত্বেও সিঙ্গাপুর কঠোর আইনব্যবস্থা, উন্নত নজরদারি ব্যবস্থা, শিক্ষিত জনগণ এবং অত্যন্ত শক্তিশালী পুলিশ কাঠামোর মাধ্যমে নিজের নিরাপত্তা নিশ্চিত করেছে। এখানে অপরাধের হার অত্যন্ত কম, এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখাই তাদের রাষ্ট্রনীতির মূল লক্ষ্য। সিঙ্গাপুরে সেনাবাহিনী থাকলেও তাদের নিরাপত্তা ব্যবস্থা মূলত সামরিক শক্তির ওপর নির্ভরশীল নয়; বরং প্রযুক্তি, বিচারব্যবস্থা এবং সামাজিক নিয়ন্ত্রণই তাদের শান্তির ভিত্তি। আরও পড়ুন- মুখের ঘা সহজে সারছে না? হালকাভাবে নেবেন না কিন্তু! এটা এই মারণ রোগও হতে পারে ২) নিউজিল্যান্ড নিউজিল্যান্ড একটি দ্বীপ-ভিত্তিক দেশ, যার ভৌগোলিক অবস্থান প্রাকৃতিকভাবেই তাকে বহিরাগত সংঘাত থেকে দূরে রাখে। বৃহৎ স্থলসীমানা না থাকায় যুদ্ধ বা সীমান্তে উত্তেজনার ঝুঁকিও অত্যন্ত কম। নিউজিল্যান্ডের রাজনৈতিক পরিবেশ স্বচ্ছ, মানুষের জীবনমান উচ্চ এবং সমাজে সমতা ও আইনশাসনের বড় উপস্থিতি রয়েছে। এই দেশের নিরাপত্তা নির্ভর করে শক্তিশালী সামাজিক কাঠামো, স্বাধীন বিচারব্যবস্থা এবং দায়িত্বশীল নাগরিক সমাজের ওপর। সামরিক ক্ষমতার চেয়ে শান্তিপূর্ণ নীতিই এখানে দীর্ঘমেয়াদে নিরাপত্তার মূল চাবিকাঠি। আরও পড়ুন- আপনার কিডনি কি নষ্টের পথে? এই কায়দায় জানুন সহজেই! বাঁচতে কী করবেন, জেনে নিন বিস্তারিত ৩) অস্ট্রিয়া অস্ট্রিয়া বহু দশক ধরেই আন্তর্জাতিক রাজনীতিতে নিজেকে নিরপেক্ষ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারা কোন সামরিক জোটে যোগ দেয় না এবং কোনও আন্তর্জাতিক সংঘাতে পক্ষ নেয় না। এই নিরপেক্ষ নীতিই অস্ট্রিয়ার শান্তির সবচেয়ে বড় কারণ। দেশটির আইনশৃঙ্খলা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশাসন অত্যন্ত শক্তিশালী। ফলে বড় আকারের স্থায়ী সামরিক বাহিনী ছাড়াই দেশটি স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে। আরও পড়ুন- নকল জিরা খেয়ে নিজের বিপদ বাড়াচ্ছেন না তো? জেনে নিন, চিনবেন কীভাবে ৪) আইসল্যান্ড আইসল্যান্ড পৃথিবীর এমন একটি দেশ যার স্থায়ী সেনাবাহিনীই নেই। বরফে ঢাকা পর্বতমালা, সমুদ্রবেষ্টিত অবস্থান এবং কম জনসংখ্যা দেশটিকে বহিরাগত হুমকির বাইরে রেখেছে। আইসল্যান্ডের নিরাপত্তা রক্ষা করে তাদের পুলিশ বাহিনী, উপকূলরক্ষী এবং আন্তর্জাতিক সহযোগিতা। যুদ্ধ, সংঘাত বা সন্ত্রাসবাদের ঝুঁকি এখানে প্রায় নেই বললেই চলে। শান্তিপূর্ণ জীবনযাপন, শক্তিশালী সামাজিক নিরাপত্তা কাঠামো, উচ্চমানের শিক্ষা এবং সমানাধিকারভিত্তিক সমাজ আইসল্যান্ডকে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশে পরিণত করেছে। আরও পড়ুন- ইঁদুর কামড়েছে? হতে পারে বিরাট ক্ষতি, রক্ষা পাবেন কী করে জানুন বিস্তারিত! ৫) আয়ারল্যান্ড আয়ারল্যান্ড দীর্ঘদিন ধরে নিরপেক্ষ নীতি অনুসরণ করে আসছে। তারা কোনও সামরিক জোট বা আন্তর্জাতিক যুদ্ধের সঙ্গে নিজেদের যুক্ত করে না। আইনশৃঙ্খলা রক্ষায় আয়ারল্যান্ডের পুলিশ বাহিনী অত্যন্ত সক্ষম, এবং দেশের বিচারব্যবস্থা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য। রাজনৈতিক হিংসা ও সামাজিক উত্তেজনা এখানে খুবই কম। নিরপেক্ষ বিদেশনীতি, স্বাধীন প্রশাসন এবং মানবিক সমাজ কাঠামো দেশের শান্তিকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করেছে। আরও পড়ুন- নকল জিরা খেয়ে নিজের বিপদ বাড়াচ্ছেন না তো? জেনে নিন, চিনবেন কীভাবে এই পাঁচটি দেশ প্রমাণ করেছে যে শান্তি বজায় রাখতে বিশাল সেনাবাহিনী কিংবা যুদ্ধক্ষমতা সবসময় প্রয়োজন হয় না। বরং ন্যায়বিচার, সামাজিক সমতা, উন্নত শিক্ষা, দায়িত্বশীল নাগরিক এবং নিরপেক্ষ কূটনীতি একটি দেশকে আরও বেশি সুরক্ষা দিতে পারে। সামরিক ব্যয় কম থাকায় এই দেশগুলো তাদের অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক কল্যাণমূলক খাতে আরও বেশি বিনিয়োগ করতে পারে—যা তাদের সমাজকে আরও স্থিতিশীল এবং শান্তিপূর্ণ করে রেখেছে। বিশ্বের বর্তমান অস্থির পরিস্থিতিতে এই দেশগুলো এক অনন্য উদাহরণ। সামরিক শক্তি নয়, বরং মানবিক মূল্যবোধ, আইনের শাসন এবং সামাজিক স্থিতিশীলতাই একটি দেশের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করে—এই শিক্ষা তারা বিশ্বের সামনে তুলে ধরেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 18 Nov 2025 5:53 pm

Mal Municipality |মউ-এর আসল নথি উধাও পুরসভা থেকে

মালবাজার: ৬০০ কোটির প্রকল্পের মউ স্বাক্ষরের নথিপত্র মাল পুরসভা (Mal Municipality) থেকে উধাও হয়ে গিয়েছে। এদিকে, রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে ‘আসল নথি’ হাতে সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন মালের প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা। সোমবার পুরসভার বোর্ড মিটিংয়ে একাধিক কাউন্সিলার ওই নথি সম্পর্কে প্রশ্ন তুললে বর্তমান চেয়ারম্যান উৎপল ভাদুড়ি জানিয়ে দেন, ওই সংক্রান্ত […] The post Mal Municipality | মউ-এর আসল নথি উধাও পুরসভা থেকে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 5:52 pm

Recruitment: উত্তরবঙ্গের চা বাগানের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসক ও নার্স নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিন

Recruitment in health centers in North Bengal: আগামিকাল (১৯ নভেম্বর) ও ২০ নভেম্বর নার্সদের নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। শিলিগুড়ির প্রধান নগরের শ্রমিক ভবনে এই ইন্টারভিউ নেওয়া হবে। সকাল ১০টা থেকে ইন্টারভিউ শুরু হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ণ সময়ের জন্য চুক্তিভিত্তিক নার্স নিয়োগ করা হবে। ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স সম্পূর্ণ করতে হবে চাকরিপ্রার্থীদের।

টিভি 9 বাংলা 18 Nov 2025 5:51 pm

Kishanganj |পুলিশ দেখে পালাতে গিয়েই বিপত্তি, উলটে যাওয়া পিকআপ ভ্যান থেকে উদ্ধার পেটি পেটি মদ      

কিশনগঞ্জ: পুলিশ দেখে পালাতে গিয়ে উলটে গেল কলা বোঝাই একটি পিকআপ ভ্যান। সেই গাড়িতে তল্লাশি চালাতে গিয়েই চক্ষুচড়কগাছ হয়ে যায় পুলিশের। গাড়িতে থাকা কলা সড়াতেই বেরিয়ে এল বাক্স বাক্স মদের বোতল। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের কোচাধামন থানা ৩২৭ ই জাতীয় সড়কে স্পটিয়া বিশুনপুর চকে। জানা গিয়েছে, এদিন ভোরের দিকে জাতীয় সড়কের টিটিয়া চকের কাছে […] The post Kishanganj | পুলিশ দেখে পালাতে গিয়েই বিপত্তি, উলটে যাওয়া পিকআপ ভ্যান থেকে উদ্ধার পেটি পেটি মদ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 18 Nov 2025 5:49 pm

ফেব্রুয়ারিতে রেজিস্ট্রি হয়ে গিয়েছে, কাকে বিয়ে করছেন সায়ন বসু ?

'রাজরাজেশ্বরী রাণী ভবাণী' ধারাবাহিক লঞ্চ করা হয়েছিল স্টার জলসায় রাতে সাড়ে আটটায়। রাজনন্দিনী পাল আর সায়ন বসুকে দেখা যাচ্ছিল প্রধান চরিত্রে। তবে সায়ন বসুর চরিত্র ধারাবাহিকে মারা গিয়েছে। আবার ধারাবাহিকের সময় পরিবর্তন হয়েছে। অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত, রাজনন্দিনীর মা সোশ্যাল মিডিয়াতে এই প্রসঙ্গে যে পোস্ট লিখেছেন, তাতে অভিযোগের সুর রয়েছে, ধারাবাহিকের স্লট বদল নিয়ে। সায়ন অবশ্য ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছেন, এই ধারাবাহিকে তাঁর চরিত্র আর ফিরে আসবে না। বরং নতুন কোনও কাজ নিয়ে তিনি ফিরবেন।

টিভি 9 বাংলা 18 Nov 2025 5:44 pm

প্রিয়াঙ্কার তখন ১৮, নিকের বয়স ৭, তখন থেকেই শুরু সম্পর্ক?

নিক জোনস প্রথম প্রিয়াঙ্কা চোপড়াকে দেখেছিলেন টিভির পর্দায়। প্রথম দেখাতেই নাকি মন দিয়েছিলেন প্রিয়াঙ্কাকে। বিয়ের ২০ বছর আগের ঘটনা। প্রিয়াঙ্কা একবার এক সাক্ষাৎকারে জানান, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যখন তিনি জয়ী হয়েছিলেন, নিকের পরিবার সেই মুহূর্তেরও সাক্ষী ছিল।

টিভি 9 বাংলা 18 Nov 2025 5:43 pm

হনুমানকে নিয়ে মন্তব্য, রামকেও অপছন্দ! প্রকাশ্যে মুখ খুলে বিপাকে ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

বারাণসী ছবির টিজার দেখাতে দেখাতে হঠাৎই বন্ধ হয়ে যায়। ঠিক তখনই রাজামৌলি বলে ওঠেন, একটু আগেই আমার বাবা বলছিলেন, যে আমার যে কোনও কাজের নেপথ্যে থাকে হনুমানজির আশীর্বাদ, এটা কি হনুমানের আশীর্বাদের জন্যই হল? রাজামৌলির এমন উক্তিতেই রুষ্ট হয়েছেন নেটিজেনদের একাংশ।

টিভি 9 বাংলা 18 Nov 2025 5:39 pm

Bratya Basu: শূন্যপদ নিয়ে শিক্ষামন্ত্রী-মুখ্যমন্ত্রীর কথা, ব্রাত্যর মন্তব্যে তুঙ্গে তরজা

Bratya Basu On Supernumerary Post: সোমবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিক স্তরে কথা হয়েছে। তবে আলোচনা খুবই প্রাথমিক স্তরে রয়েছে। আইনি পরামর্শ নেবে বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এদিকে, শূন্যপদ যদি বাড়ে, সেক্ষেত্রেও নতুন করে আইনি জটিলতা তৈরি হবে, স্পষ্ট করে দিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রশ্ন উঠছে, নিয়োগ প্রক্রিয়ার মাঝেই কি এভাবে শূন্যপদ বাড়ানো যায়?

টিভি 9 বাংলা 18 Nov 2025 5:37 pm

US LPG Import: এবার আপনার রান্নার গ্যাস আসবে আমেরিকা থেকে! ‘ট্রাম্পের গোঁসা’ কমাতেই এই চুক্তির পথে হাঁটল ভারত?

Liquified Petroleum Gas, US President Donald Trump: চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি কমে গিয়েছে। বর্তমানে সেই ঘাটতি দাঁড়িয়েছে ১৪৫ কোটি ডলার। আর এই বাণিজ্য ঘাটতি নিয়ে খুবই অসন্তুষ্ট ট্রাম্প প্রশাসন।

টিভি 9 বাংলা 18 Nov 2025 5:32 pm