Ajker Rashifal Bengali, 4 January 2026: আজ রবিবার কেমন যাবে আপনার দিন? জানুন ১২ রাশির ভাগ্যফল
Ajker Rashifal Bengali, 4 January, 2026: আজ রবিবার ৪ জানুয়ারি ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনটি অনেক রাশির জীবনে সংযম ও সচেতনতার বার্তা নিয়ে এসেছে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের জন্য আজ স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে, তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলাই শ্রেয়। আর্থিক ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে হিসেব করে এগোনো দরকার। দাম্পত্য জীবনে সামান্য প্রচেষ্টাই বড় সুখ এনে দিতে পারে। আরও পড়ুন- আত্মবিশ্বাসের অভাবে হাতছাড়া হচ্ছে পরপর সুযোগ? কিন্তু-কিন্তু ভাব কাটাতে মানুন শাস্ত্রসম্মত উপায়! বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জন্য দিনটি পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা নেবে। কিছু প্রতিকূল পরিস্থিতি এলেও মনোবল হারালে চলবে না। পরিবারে বয়স্ক কারও স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। তবে প্রেমের ক্ষেত্রে আজ চমক রয়েছে, প্রিয় মানুষের কাছ থেকে উপহার বা ভালোবাসার প্রকাশ মন ভালো করে দেবে। আরও পড়ুন- ঘড়ির কাঁটায় রাত কাবার হলেও ঘুমোন না? রাত জেগে এই তিন কাজ করলে রুষ্ট হন রাহু-কেতু-শনি! মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতকরা আজ শরীরচর্চা বা হালকা ব্যায়ামে উপকার পাবেন। অর্থপ্রাপ্তির যোগ থাকলেও দান বা সাহায্যের মাধ্যমে মানসিক শান্তি বাড়বে। পরিবারের সঙ্গে কথা বলার সময় শব্দচয়নে সতর্ক না হলে ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনে আজ ইতিবাচক চমক অপেক্ষা করছে। আরও পড়ুন- হাসিতেই নাকি ধরা পড়ে আপনার গোপন চরিত্র! জানুন, কী বলছেন জ্যোতিষী! কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতকদের জন্য আজ মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। মতভেদ ও ভুল বোঝাবুঝি আপনাকে অস্বস্তিতে ফেললেও শান্ত থাকাই শ্রেয়। বিনিয়োগের ক্ষেত্রে রক্ষণশীল পথ বেছে নিলে লাভের সম্ভাবনা রয়েছে। আজ নিজের জন্য কিছুটা একান্ত সময় বের করলে মানসিক ভারসাম্য ফিরে পাবেন। আরও পড়ুন- দেরিতে ঘুম থেকে উঠলে কেন পিছিয়ে যায় ভাগ্য? কোন সময় উঠবেন আর কী করবেন না, জানুন সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকরা আজ পরোপকারের কাজে মানসিক তৃপ্তি পাবেন। অযথা খরচের অভ্যাস আজ আপনাকে ভবিষ্যতের জন্য সচেতন করে তুলবে। প্রেমের সম্পর্কে অহেতুক তর্ক এড়িয়ে চললে সম্পর্ক আরও মজবুত হবে। ভ্রমণ কারও কারও জন্য ক্লান্তিকর হতে পারে। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জন্য আজ স্বাস্থ্যের দিক থেকে ভালো দিন। দীর্ঘমেয়াদি বিনিয়োগ ভবিষ্যতে লাভ এনে দিতে পারে। দিনের শেষভাগে সুখবর পেতে পারেন। দাম্পত্য জীবনে আজ রোমান্টিক মুহূর্ত উপভোগ করার সুযোগ রয়েছে। তবে অলসতায় সময় নষ্ট না করে বাস্তব পরিকল্পনায় মন দিন। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জাতকদের আজ অতিরিক্ত খাওয়া এড়ানো জরুরি। আর্থিক ক্ষেত্রে নতুন চুক্তি বা সমঝোতা লাভজনক হতে পারে। পরিবারে চলমান সমস্যার সমাধানে উদ্যোগ নিলে পরিস্থিতি সহজ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ বিশেষ সময় কাটানোর সুযোগ রয়েছে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জাতকদের জন্য পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ নতুন উদ্দীপনা এনে দেবে। বিনিয়োগে লাভের যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজ আবেগ তুঙ্গে থাকবে। দাম্পত্য জীবনে উষ্ণতা ও ঘনিষ্ঠতা বাড়বে। মানসিক চাপ কমাতে বিশ্রাম প্রয়োজন। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকরা আজ প্রাণবন্ত ও কৌতুকপূর্ণ মেজাজে থাকবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সম্পর্ক ও বন্ধুত্বের মূল্য আজ নতুন করে উপলব্ধি করবেন। দাম্পত্য জীবনের গভীর অর্থ আজ বুঝতে পারবেন। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জন্য আজ স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ নেই। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাবেন। দাম্পত্য জীবনে উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ থাকবে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের জন্য দিনটি আনন্দ ও বিনোদনের। তবে সন্দেহজনক আর্থিক স্কিম এড়িয়ে চলা জরুরি। প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ সমস্যা তৈরি করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে খোলামেলা হাসি ও কথোপকথন দিনটিকে সুন্দর করে তুলবে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের জন্য আজ সুখবর আসতে পারে। সম্পত্তিতে বিনিয়োগ শুভ। পরিবারের শিশুর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা দরকার। দাম্পত্য জীবনে কিছুটা স্পেস প্রয়োজন হতে পারে। নিজের যত্ন নিলে মানসিকভাবে উপকৃত হবেন।
‘ফুল ফুটবে…কিন্তু সরষে ফুল’, কেন বললেন সজল
বাংলার ভোটের আর খুব বেশিদিন বাকি নেই। সব দলই পুরোদমে ময়দানে নেমে পড়েছে। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, বাংলার কোথাও ঘাসফুল ফুটবে না। ফুটবে সরষে ফুল। বিজেপির সাফল্যে তৃণমূল চোখে সরষে ফুল দেখবে বলে মন্তব্য করেছেন তিনি। সজলের দাবি, গার্ডেনরিচ, তপসিয়ার মতো কয়েকটি জায়গা ছাড়া সর্বত্র বিজেপিই জিতবে।
দুর্গা অঙ্গন নিয়ে বড় দাবি দিলীপের
Dilip Ghosh: সম্প্রতি সেই মন্দিরের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন দিলীপ বলেন, 'একটা জায়গায় খরচ করার পর আর এক জায়গায় গিয়ে শিলান্যাস হল। কোনওটাতেই মন্দির হবে না।' এ ব্যাপারে দলের অবস্থানই ঠিক নেই বলে মন্তব্য করেছেন তিনি।
চলছে মার্কিন আগ্রাসন, প্রয়োজন ছাড়া ভেনেজুয়েলা সফরে নিষেধাজ্ঞা কেন্দ্রের
কী বার্তা বিদেশমন্ত্রকের?
‘চিকেনস নেক’করিডোরের সুরক্ষায় কোনও ফাঁক নয়! তিস্তার উপর তৈরি হবে চার লেনের নতুন সেতু
সেতু তৈরি হলে প্রায় ১৪ কিলোমিটার দূরত্ব কমে আসবে।
৪ জানুয়ারি রাশিফল: সকাল সকাল মন মেজাজ খারাপ? জেনে নিন আজ কী আছে ভাগ্যে
জেনে নিন আজকের রাশিফল।
কালান্তার ( ০৪ জানুয়ারী ২০২৬ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
Airtel VS Reliance Jio: একই দাম, অনেক বেশি সুবিধা দিচ্ছে Airtel, কেন পিছিয়ে পড়ল Jio?
Airtel VS Reliance Jio: একই স্মার্টফোনে যদি Airtel এবং Reliance Jioদু’টি সংস্থারই প্রিপেইড সিম ব্যবহার করেন, তাহলে রিচার্জের আগে কোন প্ল্যানটি বেশি লাভজনক তা জানা জরুরি। বিশেষ করে ৪৪৯ টাকার প্ল্যান নিয়ে গ্রাহকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। একই দামের হলেও Airtel ও Jio-র এই দুই প্ল্যানে সুবিধার দিক থেকে স্পষ্ট পার্থক্য রয়েছে। তাই রিচার্জের আগে দুই সংস্থার ৪৪৯ প্ল্যানের তুলনা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। Airtel-এর ৪৪৯ টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৪ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন, অর্থাৎ মোট ১১২ জিবি ডেটা পাওয়া যাবে। অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানে ৩০ জিবি Google One ক্লাউড স্টোরেজ, ২৮ দিনের জন্য Jio Hotstar Mobile সাবস্ক্রিপশন, Airtel Xstream Play, Apple Music-এর মাধ্যমে ২০টিরও বেশি OTT অ্যাপে অ্যাক্সেস, আনলিমিটেড ৫জি ডেটা, স্প্যাম সতর্কতা এবং Perplexity Pro-এর সুবিধা দেওয়া হচ্ছে। অন্যদিকে, Reliance Jio-এর ৪৪৯ টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএসের সুবিধা রয়েছে। এই প্ল্যানের মেয়াদও ২৮ দিন। ফলে মোট ৮৪ জিবি ডেটা ব্যবহার করা যাবে। অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহকরা Jio TV এবং Jio Cloud স্টোরেজের অ্যাক্সেস পাবেন। দুটি প্ল্যানের তুলনায় দেখা যাচ্ছে, ডেটার পরিমাণের ক্ষেত্রে Airtel স্পষ্টভাবে এগিয়ে। Airtel-এর প্ল্যানে প্রতিদিন Jio-এর তুলনায় ১ জিবি বেশি ডেটা পাওয়া যায়। যদিও কলিং এবং এসএমএস সুবিধা উভয় সংস্থার ক্ষেত্রেই একই, তবে অতিরিক্ত পরিষেবা ও ডেটা ব্যবহারের দিক থেকে Airtel-এর ৪৪৯ প্ল্যানটি বেশি লাভজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে আরও পড়ুন- ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি ! আরও পড়ুন- এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ
‘ভেনেজুয়েলা আমরা চালাব’, তেলভাণ্ডারের দখল নিয়ে দেশ সংস্কারের বার্তা ট্রাম্পের
বাড়াবাড়ি করলে ভেনেজুয়েলায় আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের।
সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ! ডিজির কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
মঙ্গলবার বিকেলে পাঁচটার মধ্যে তা জমা দিতে হবে।
TMC Helps BJP Migrant Worker: তবে সেই ওই পরিযায়ী শ্রমিক এখন বাড়ি ফিরেছেন। অভিষেকের কথায়, 'মহারাষ্ট্রের নিম্ন আদালতে লড়াই করে গৌতম বর্মনকে যে তাঁর বাড়িতে পৌঁছে দিয়েছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস।' প্রায় দীর্ঘ সাড়ে ছয় মাস পর জেল মুক্তি হয়েছে গৌতমের।
Donald Trump |ভেনেজুয়েলার রাশ এখন ওয়াশিংটনের হাতে! ট্রাম্পের ঘোষণায় নয়া মোড়
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পথে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র! শনিবার ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো বাসভবন থেকে এক নাটকীয় সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, একটি “সঠিক এবং বিচক্ষণ” অন্তর্বর্তীকালীন ব্যবস্থা না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘পরিচালনা’ (Run) করবে। শনিবার ভোররাতে কারাকাসে মার্কিন স্পেশাল ফোর্সের এক সুপরিকল্পিত অভিযানে পতন ঘটে […] The post Donald Trump | ভেনেজুয়েলার রাশ এখন ওয়াশিংটনের হাতে! ট্রাম্পের ঘোষণায় নয়া মোড় appeared first on Uttarbanga Sambad .
হাত বাঁধা, চোখে কালো চশমা! বন্দি প্রেসিডেন্ট মাদুরোর প্রথম ছবি প্রকাশ ট্রাম্পের
মাদুরোর জীবিত থাকার প্রমাণ চেয়েছিল ভেনেজুয়েলা।
লাফিয়ে বাড়বে Youtube-এর ভিউ, ২০২৬-এ সেরা ক্রিয়েটর ও আয় বাড়াতে মাথায় এই বিষয়গুলি রাখতেই হবে
২০২৬ সালে ইউটিউব আগের চেয়ে অনেক বেশি স্মার্ট হয়ে উঠেছে। ফলে কেবল কঠোর পরিশ্রম করলেই যে ভিডিওতে ভিউ আসবে, এমনটা আর নিশ্চিত নয়। অনেক নির্মাতাই অভিযোগ করছেন, নিয়মিত ভিডিও আপলোড করার পরেও তাঁদের চ্যানেলের ভিউ সেভাবে হচ্ছে না। তবে বিশেষজ্ঞদের মতে এটা নিয়ে, হতাশ হওয়ার কারণ নেই। ইউটিউবের নতুন অ্যালগরিদম বুঝে কয়েকটি কৌশলগত পরিবর্তন আনলেই চ্যানেলে আবার ভিউয়ের বন্যা বইতে শুরু করবে। কলড্রপের সমস্যা এখন অতীত! দুরন্ত টেকনোলজিতে নীরবছিন্ন কলিং পরিষেবা দিচ্ছে BSNL বিশেষজ্ঞরা বলছেন, এখন কনটেন্ট নয়, দর্শকদের কথা মাথায় রেখে ভিডিও তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বহু নির্মাতা নিজের পছন্দ অনুযায়ী ভিডিও বানালেও ২০২৬ সালে ইউটিউব আরও বেশি দর্শক-কেন্দ্রিক হয়ে উঠেছে। দর্শকরা কী জানতে চান, কোন সমস্যার সমাধান খুঁজছেন বা কোন প্রশ্নের উত্তর চাইছেন এই বিষয়গুলো বুঝে ভিডিও তৈরি হলে ভিউ দ্রুত বাড়ার সম্ভাবনা থাকে। ইউটিউব অ্যালগরিদম এখন ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে প্রথম ১০ থেকে ১৫ সেকেন্ডে দর্শক যদি আগ্রহ হারিয়ে ফেলে, তাহলে সেই ভিডিও সাজেস্ট লিস্ট থেকে ধীরে ধীরে সরে যায়। তাই চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য ভিডিওর শুরুতেই একটি জোরালো প্রশ্ন, আকর্ষণীয় তথ্য রাখা জরুরি, যাতে দর্শক ভিডিও ছেড়ে না যান। হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে এছাড়াও থাম্বনেইল ও টাইটেলের ভূমিকা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কনটেন্ট ভালো হলেও দুর্বল থাম্বনেইল বা বিভ্রান্তিকর টাইটেলের কারণে দর্শক ভিডিওতে ক্লিক করেন না। ২০২৬ সালে স্মার্ট থাম্বনেইল ও কৌতূহল জাগানো টাইটেলই বেশি কার্যকর, যেখানে গল্পের অর্ধেক বলা হবে এবং বাকি অর্ধেক জানার আগ্রহ তৈরি করা হবে। ধারাবাহিকতা এখন ইউটিউব অ্যালগরিদমের অন্যতম বড় চাবিকাঠি। অনিয়মিতভাবে ভিডিও আপলোড করা চ্যানেলগুলিকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্দিষ্ট দিন ও সময়ে নিয়মিত ভিডিও প্রকাশ করলে অ্যালগরিদম বুঝতে পারে যে চ্যানেলটি সক্রিয়, ফলে ভিডিও সুপারিশের সম্ভাবনাও বাড়ে। ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি ! কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, AI টুল এখন স্ক্রিপ্ট লেখা, সম্পাদনা কিংবা আইডিয়া তৈরিতে বড় ভূমিকা রাখলেও মানুষের স্পর্শ হারালে চলবে না। ইউটিউব এখনও খাঁটি অভিজ্ঞতা, ব্যক্তিত্ব ও বিশ্বাসযোগ্য কণ্ঠস্বরকে অগ্রাধিকার দেয়। ২০২৬ সালে সেই নির্মাতারাই সফল হবেন, যাঁরা AI-এর সুবিধা নেবেন কিন্তু মানবিক অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতাকে ভিডিওতে ধরে রাখতে পারবেন। বাজেট ১৫ হাজার? বছর শুরুতেই অফারের বন্যা, পান মারকাটারি ফিচারের সেরা ল্যাপটপ
Bangladesh Update: ‘এসআই সন্তোষকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম…’, পুলিশের সামনেই হুঁশিয়ারি ছাত্রনেতার
Bangladesh News: ৫ই অগস্ট, বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পটচিত্র। মাস কয়েক ধরে চলা হাসিনা-বিরোধী আন্দোলন পেয়েছিল নতুন গতি। দেশছাড়া হতে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীকে। তবে সেদিন শুধু হাসিনার রাজনৈতিক জীবন ছাড়খাড় হয়ে যায়নি। তাঁর মতো ছাড়খাড় হয়ে গিয়েছিল শত-শত মানুষের জীবন।
'সনাতনী হিন্দুত্বের জয়...', মুস্তাফিজ়কে ছাঁটতেই হুঙ্কার প্রভাবশালী BJP নেতার
Mustafizur Rahman: আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট। এবারের এই টুর্নামেন্টে বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজ়ুর রহমান খেলতে পারবেন না। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া নির্দেশ দিয়েছিলেন, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) যেন যত তাড়াতাড়ি সম্ভব মুস্তাফিজ়ুরকে স্কোয়াড থেকে রিলিজ় করে দেয়। সেই নির্দেশ মেনে বলিউড 'বাদশা' শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজ়ি কেকেআর টাইগারবাহিনীর এই পেস বোলারকে রিলিজ় করে দিয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন বিধায়ক সঙ্গীত সোম (Sangeet Som)। এই বলিষ্ঠ সিদ্ধান্তের জন্য ভারত সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। Mustafizur Rahman KKR Controversy: মুস্তাফিজ়ুরকে ছেড়ে দিলে ৯.২০ কোটি টাকা ফেরত পাবে কেকেআর? জেনে নিন IPL-এর নিয়ম সঙ্গীত সোমের কথায়, সনাতনী হিন্দুদের আবেগকে সম্মান জানিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা আসলে সনাতনীদের জয়। ইতিপূর্বে, মুস্তাফিজ়ুর রহমানকে যখন কলকাতা নাইট রাইডার্স ৯.২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল, সেইসময় চরম বিরোধিতা করেছিলেন বিজেপির এই প্রাক্তন বিধায়ক। স্পষ্ট জানিয়েছিলেন, এটা KKR একেবারে সঠিক সিদ্ধান্ত নেয়নি। KKR to Release Mustafizur Rahman: পাকিস্তানের পর এবার IPL-য়ে 'বয়কট' বাংলাদেশও! কী বলছে বিসিসিআই? দেখে নিন ভিডিও: बांग्लादेशी खिलाड़ी को हटाने के निर्णय का हम हृदय से स्वागत करते हैं। और सनातनियों की भावनाओं को समझने के लिए बीसीसीआई का आभार व्यक्त करते हैं। वहीं शाहरुख ख़ान और उनकी टीम केकेआर को बांग्लादेशी क्रिकेटर को टीम में शामिल करने पर देश से से माफी मांगनी चाहिए। @ANI pic.twitter.com/hNWpWceNSb — Sangeet Singh Som (@Sangeetsombjp) January 3, 2026 শাহরুখ খানের সমালোচনা করেছিলেন সঙ্গীত সোম গত বুধবার (৩১ জানুয়ারি) মেরঠের দৌরালায় অবস্থিত সুমিত্রা ফার্ম হাউসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই সঙ্গীত সোম কলকাতা নাইট রাইডার্সের এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছিলেন। তিনি বলেন, একদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। অন্যদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খান তাঁর কলকাতা নাইট রাইডার্স দলের জন্য মুস্তাফিজ়ুর রহমানকে ৯.২০ কোটি টাকার বিনিময়ে কিনে আনছেন। এমনকী, শাহরুখকে কটাক্ষ করে তিনি 'গদ্দার' তকমা পর্যন্ত দিয়ে দেন। Mustafizur Rahman KKR: ছাড়তে হবে 'বাংলাদেশি' মুস্তাফিজ়ুরকে, কড়া নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করলেন সঙ্গীত সোম। পাশাপাশি বিপক্ষ দলের মন্তব্যকেও তিনি তুলোধনা করেছেন। সঙ্গীত সোমের এই বিবৃতির পরই রাজনৈতিক চাপান-উতোর অনেকটা বেড়ে যায়। আর অন্যদিকে, বাংলাদেশের বর্তমান উত্তেজনার কথা মাথায় রেখে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে কড়া নির্দেশ দেয় যে অবিলম্বে যেন মুস্তাফিজ়ুর রহমানকে রিলিজ় করে দেওয়া হয়।
‘যেন টেলিভিশনে অনুষ্ঠান দেখছিলাম’, মাদুরোকে বন্দি করে বিদ্রুপ ট্রাম্পের
শনিবার ভোররাতে ভেনেজুয়েলায় হামলা চালায় মার্কিন সেনা।
বকেয়া মজুরি চাওয়ায় পুনেতে পিটিয়ে খুন বাংলার শ্রমিক! বিচার চেয়ে সোচ্চার পরিবার
অভিযোগের তির ভিন রাজ্যের ঠিকাদারের বিরুদ্ধে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় যবনিকা পড়ল নিকোলাস মাদুরোর দীর্ঘ শাসনের। শনিবার এক নাটকীয় অভিযানে মার্কিন বাহিনীর হাতে বন্দি হয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির বিরোধী নেত্রী তথা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো (Maria Corina Machado)। তিনি লিখেছেন, “ভেনেজুয়েলাবাসী, […] The post Maria Corina Machado | পতন হল মাদুরো সাম্রাজ্যের! ভেনেজুয়েলায় মুক্তির মাহেন্দ্রক্ষণ’ ঘোষণা নোবেলজয়ী মাচাদোর appeared first on Uttarbanga Sambad .
স্বাধীনতার সূর্যোদয়! অজ্ঞাতবাস থেকে বার্তা মাচাদোর, প্রেসিডেন্টও বেছে নিলেন নোবেলজয়ী
কী বার্তা দিলেন নোবেলজয়ী?
Coconut Water |শুধু গরম নয়, শীতেও উপকারী ডাবের জল! জেনে নিন এর সুফলগুলি…
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে ডাবের জল (Coconut Water) নিমেষেই তৃষ্ণা মিটিয়ে দেয়। কিন্তু গরমকালের মতো শীতেও কি খাওয়া যায় ডাবের জল? পুষ্টিবিদদের মতে, সুস্থ থাকতে শীতকালেও ডাবের জল সমান গুরুত্বপূর্ণ। এর উপকারিতাগুলি জেনে নিন। ১. শীতকালে পার্টি, পিকনিক তো হবেই। আর এসব হলেই চলে জমিয়ে খাওয়াদাওয়া। তবে শীতে ডাবের জল খেতে পারলে জমিয়ে […] The post Coconut Water | শুধু গরম নয়, শীতেও উপকারী ডাবের জল! জেনে নিন এর সুফলগুলি… appeared first on Uttarbanga Sambad .
শাহের থেকেও একধাপ এগিয়ে শুভেন্দু, ২০২৬ এ কতগুলি আসন পাবে বিজেপি, আগেভাগেই বড় ঘোষণা
বিধানসভা ভোটে হিন্দুরা একজোট হলে হলে ২০২৬ সালে বিজেপি ২২০টি আসন পাবে বাংলায়। মালদার চাঁচলে এক জনসভা থেকে এমনই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সাম্প্রতিক নির্বাচনে মালদা উত্তর ও নন্দীগ্রামে হিন্দু ভোটের শতাংশের উল্লেখ করে শুভেন্দু বলেন, “মালদা উত্তর ও নন্দীগ্রাম এই দু’টি জায়গায় হিন্দু সংহতি সবচেয়ে বেশি ছিল। ২০২৪ সালে মালদা উত্তরে ৮৫ শতাংশ হিন্দু ভোট বিজেপি পেয়েছে। গোটা বাংলা যদি মালদা উত্তরের পথে চলে, তবে বিজেপি ২০০ নয়, ২২০ আসন নিয়ে ক্ষমতায় আসবে।” আরও পড়ুন- শাহরুখ খানকে 'বয়কটে'র ডাক, বলিউড বাদশাকে নিয়ে বিফোরক মন্তব্য জগদ্গুরু স্বামী রামভদ্রাচার্য মহারাজের শুভেন্দুর এই বক্তব্যের প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক কলকাতা সফরের কথাও উঠে আসে। সভায় শাহ কোনও নির্দিষ্ট সংখ্যা না বললেও দাবি করেছিলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা পাবে যার অর্থ ২৯৪ আসনের মধ্যে প্রায় ১৯৬টি। পরে বিজেপি কর্মী ও নেতাদের সঙ্গে বৈঠকে শাহ বলেন, ২০১৬ সালে যেখানে বিজেপির আসন ছিল মাত্র তিনটি, ২০২১-এ তা বেড়ে ৭৭ হয়েছে; সেক্ষেত্রে ২০২৬-এ ২০০ আসন জেতা অসম্ভব নয়। শুভেন্দু অধিকারী অবশ্য আরও এক ধাপ এগিয়ে ২২০ আসনের দাবি তোলেন। তিনি বলেন, “২০২১ সালে নন্দীগ্রামে ৬৫ শতাংশ হিন্দু ভোট বিজেপিকে পেয়েছিল এবং আমি প্রায় ২ হাজার ভোটে জিতেছিলাম। ২০২৪-এর লোকসভা ভোটে সেখানে হিন্দু ভোটের হার বেড়ে ৭২ শতাংশ হয়েছে।” তাঁর আরও বক্তব্য, তৃণমূল যদি ১০০ মুসলিম ভোটের মধ্যে ৯৯টি নিশ্চিত করতে পারে, তবে বিজেপিও ১০০ হিন্দু ভোটের মধ্যে ৯৯টি পেতে পারে। আরও পড়ুন- বার কাউন্সিলে SIR-এর ছায়া, নাম বাদ খোদ মুখ্যমন্ত্রীর, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, গাণিতিকভাবে শুভেন্দুর হিসাব সম্ভব হলেও বাস্তবে তা কঠিন। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, “শুভেন্দু যেখানে ৮৫ শতাংশ হিন্দু সংহতির কথা বলছেন, সেখানে ২০২৪ সালের লোকসভা ভোটে মালদা উত্তরে বিজেপি পেয়েছে প্রায় ৬৫ শতাংশ হিন্দু ভোট। রাজ্যজুড়ে যদি ৬৫ শতাংশ হিন্দু ভোট একত্রিতও হয়, তাত্ত্বিকভাবে তাঁর হিসাব মিলে যেতে পারে।” তবে তাঁর মতে, বাস্তবে রাজ্যজুড়ে ২০২৪ সালে বিজেপির পক্ষে হিন্দু ভোট ছিল প্রায় ৫৫ শতাংশ এবং ২০২১ সালে তা ছিল ৫৪ শতাংশ। “এত দ্রুত সংহতি বৃদ্ধির কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। সাম্প্রতিক নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনেও হিন্দু সংহতি বাড়েনি, বরং সামান্য কমেছে,” বলেন তিনি। বিজেপির এক নেতা অবশ্য দাবি করেন, বাংলাদেশে অস্থিরতা ও হিন্দু নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে হিন্দু ভোটব্যাঙ্ককে আরও সংহত করছে। এর জবাবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “শুভেন্দু অধিকারী ও অমিত শাহ যখনই আসনসংখ্যা বলেন, শেষ পর্যন্ত তা তৃণমূলের আসনসংখ্যা হয়ে দাঁড়ায়। ২০২১-এ তাঁরা ২০০ বলেছিলেন, তৃণমূল পেয়েছিল ২১৫। ২০২৪-এ ৪২টির মধ্যে ৩৫ বলেছিলেন, পেয়েছেন ১২।” আরও পড়ুন- টেম্পো চালক থেকে বিমান সংস্থার মালিক, হার না মানা অদম্য লড়াইয়ের এ কাহিনী অনুপ্রেরণা জোগাবে চাঁচলের সভায় প্রায় আধ ঘণ্টার বক্তৃতায় শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, ২০২৬-এর পর তৃণমূল বিরোধী বেঞ্চে বসবে। তিনি বলেন, আদালতের নির্দেশে তাঁকে ১০৪টি কর্মসূচি করতে হয়েছে এবং বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের সঙ্গে ‘হিসাব চুকিয়ে নেওয়া’ হবে। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি সরকার এলে কর্মসংস্থান প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ দেওয়া হবে কেন্দ্রের ১০০ দিনের সঙ্গে রাজ্য সরকারের আরও ১০০ দিন। মালদা প্রসঙ্গে শুভেন্দু দাবি করেন, জেলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ, তাই ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ১২টি বিধানসভা কেন্দ্রের কোনওটিতেই তৃণমূল লিড পায়নি। যদিও তৃণমূলের এক নেতা মনে করিয়ে দেন, ২০২১ সালে ওই ১২টির মধ্যে আটটিতেই জিতেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। চলতি মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা সফরের কথা রয়েছে। তাঁর আগেই জেলায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, কোচবিহারে এক জনসভা থেকে অভিনেতা-রাজনীতিক মিঠুন চক্রবর্তী হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ওল্ড পোস্ট অফিস পাড়ার মাঠে তিনি বলেন, “বাংলার হিন্দুদের রক্ষা করতে হবে, সনাতন ধর্ম, হিন্দুত্ব এবং বাঙালি পরিচয় বাঁচাতে হবে।” তিনি ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়েও কটাক্ষ করেন এবং বেকারত্বের প্রসঙ্গ তুলে বলেন, “সরকার আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আবার আপনাদেরই দেয়। কিন্তু যাঁরা দুর্নীতির সঙ্গে আপস করতে চান না, তাঁদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কী?” আরও পড়ুন- দীপু চন্দ্র দাসের পর ফের হিন্দু যুবকের গায়ে আগুন, মৃত্যুতে প্রশ্নের মুখে ইউনূস, কড়া নিন্দা বঙ্গ বিজেপির
সইসাবুদ সেরেছিলেন ২০২৪-এ, এবার ছাঁদনাতলাতে প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ, বিয়ের বাকি আর কত দিন?
ইতিমধ্যেই আইবুড়োভাত খাওয়া শুরু করে দিয়েছেন তাঁরা দু'জন।
নস্ট্যালজিয়া উসকে ২৫ বছর পর পর্দায় করণের ‘কভি খুশি কভি গম’! মুখ্য চরিত্রে কারা?
শোনা যাচ্ছে, এই মুহূর্তে নাকি চলছে প্রি-প্রোডাকশনের কাজ।
Peanuts |শীতের বিকেলে সঙ্গী হোক বাদাম ভাজা! কেবল স্বাদ নয়, রয়েছে একাধিক গুনাগুণও
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটা সময় শীতের বিকেলে বাদাম ভাজা (Peanuts) খেতে খেতে কাটিয়ে দেওয়া যেত অনেকটা সময়। কিন্তু আজকাল যেন আর সেই সময়ই পাওয়া যায় না। কিন্তু জানেন কি শীতের বিকেলে এই বাদাম ভাজাই আপনার শরীরের নানা উপকার করতে পারে। ১. শীতকালে শুষ্ক আবহাওয়ায় ত্বক ও চুল রুক্ষ হয়ে যায়। নানা ধরনের সমস্যাও দেখা […] The post Peanuts | শীতের বিকেলে সঙ্গী হোক বাদাম ভাজা! কেবল স্বাদ নয়, রয়েছে একাধিক গুনাগুণও appeared first on Uttarbanga Sambad .
C Murugan on Security Lapses: বিশেষ পর্যবেক্ষকের অভিযোগের ভিত্তিতে এবার রাজ্য় পুলিশের ডিজিকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন। তাতেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। সংশ্লিষ্ট চিঠিতে লেখা রয়েছে, 'মহকুমা শাসক ও জেলার পুলিশ সুপারকে বিশেষ পর্যবেক্ষকের কর্মসূচি সম্পর্কে অবগত করার পরেও কোনও রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি।
Berhampore |এসআইআর ‘বিভ্রাট’: অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর আতঙ্কে হৃদরোগে মৃত্যু স্বামীর!
বহরমপুর: নথিপত্রে নামের পদবীর ভুল, আর সেই সামান্য ত্রুটির জেরে ভিটেমাটি ছাড়া হওয়ার আতঙ্ক। এই দুইয়ের সাঁড়াশি চাপে প্রাণ হারালেন মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা জয়নাল আনসারী! অভিযোগ, অন্তঃসত্ত্বা স্ত্রী রেখা বিবিকে বাংলাদেশে প্রত্যার্পণ করা হতে পারে—এই দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার গোটা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে […] The post Berhampore | এসআইআর ‘বিভ্রাট’: অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর আতঙ্কে হৃদরোগে মৃত্যু স্বামীর! appeared first on Uttarbanga Sambad .
জ্যোতির্ময় দত্ত, মানবচরিত বা স্পর্ধিত খেলা
এক্সপার্টরা একা-ই আসেন, একা-ই চলে যান; কারও তোয়াক্কা না করে।
Balurghat |গ্রামের বাড়ি পছন্দ নয়, হাসপাতালে সময় কাটান তরুণী
সুবীর মহন্ত, বালুরঘাট: বালুরঘাটে (Balurghat) পড়তে এসে গায়ে লেগে গিয়েছে ‘শহরের হাওয়া’। গ্রামের বাড়িতে তাই আর মন টেকে না তরুণীর। বাবা-মা পরিযায়ী শ্রমিক। অভিভাবক দাদু-দিদিমাও কর্মসূত্রে দিনভর বাড়ির বাইরেই থাকেন। এক বাড়িতে থাকতে মন চায় না। তাই পতিরামের বাড়ি থেকে সেই তরুণী বেরিয়ে মাঝেমধ্যেই চলে আসেন শহরে। কিন্তু হাতে নেই টাকাপয়সা, নেই সঙ্গীসাথী। এদিক-ওদিক ঘুরে […] The post Balurghat | গ্রামের বাড়ি পছন্দ নয়, হাসপাতালে সময় কাটান তরুণী appeared first on Uttarbanga Sambad .
দলীয় নির্দেশ অমান্য করে পিকনিক! পুরুলিয়ায় TMC শিক্ষক সংগঠনের ভাইরাল বিজ্ঞপ্তিতে বিতর্ক
তৃণমূল নেত্রীর নির্দেশ ছিল, ২০২৬-এ ভোটে জেতার পর পিকনিক হবে, এখন নয়।
মহিলা-ছাত্রছাত্রীদের বিনামূল্যে মোবাইল প্রদান কেন্দ্রের? ভাইরাল বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল মোদি সরকার
বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়তেই বিভ্রান্তি তৈরি হয়।
Malbazar |খরিদ্দারের মধ্যে ঈশ্বরকে খোঁজেন দয়াল
অভিষেক ঘোষ, মালবাজার: দীর্ঘ ১৩ বছর ধরে ভাপা পিঠের ব্যবসা করছেন তিনি। পিঠে খেয়ে কোনও খদ্দের ১০০ বা ২০০ টাকার নোট দিলে সেই টাকা না নিয়ে বিনে পয়সায় ছেড়ে দেন। বলেন, ‘আজ না হলে অন্যদিন দাম দেবেন।’ এমনকি কারও কাছে টাকা না থাকলেও সেই খদ্দেরকে পিঠে দিয়ে ঈশ্বর সেবার সঙ্গে তুলনা করেন। এমনই মানুষ মালবাজারের […] The post Malbazar | খরিদ্দারের মধ্যে ঈশ্বরকে খোঁজেন দয়াল appeared first on Uttarbanga Sambad .
‘ধর্মাবতার, বাজেয়াপ্ত ২০০ কেজি গাঁজা খেয়েছে ইঁদুর!’ আদালতে বলল পুলিশ, বেকসুর খালাস অভিযুক্ত
২০০ কেজি গাঁজা-সহ মাদক মামালায় গ্রেপ্তার হন অভিযুক্ত।
Mainaguri |লাল ঝান্ডা ‘ভুলে’ চার দশক
বাণীব্রত চক্রবর্তী, ময়নাগুড়ি: রাজনীতির স্বর্ণযুগে স্বামী-স্ত্রী দাপিয়ে বেড়িয়েছিলেন। ময়নাগুড়িতে সিপিএমকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। তারপর ১৯৮৭ সালে পারিবারিক চাপে দুজনেই দল থেকে অব্যাহতি নেন। তারপর অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে। শহরের দলীয় কার্যালয়ে পা রাখেননি কেউই। ময়নাগুড়ির (Mainaguri) সেই দাপুটে দম্পতি অরবিন্দ পাল এবং ডলি পালের কথা আজও ভুলতে পারেননি এলাকার অনেকেই। অরবিন্দ মারা গিয়েছেন ২০১০ সালে। তারপর […] The post Mainaguri | লাল ঝান্ডা ‘ভুলে’ চার দশক appeared first on Uttarbanga Sambad .
দেশজোড়া বিতর্কের মাঝে মুস্তাফিজুর রহমানকে সরানোর নির্দেশ
সাম্প্রতিক সময়ে যেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, সেখানেই বাংলাদেশি খেলোয়াড়কে কেকেআর কেনায় তীব্র বিতর্ক শুরু হয়। এবার সেই বিতর্কেই হস্তক্ষেপ করল বিসিসিআই। শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি খেলোয়াড়কে ছেড়ে দিতে অনুরোধ করা হল।
Bagrakote |বদলে যাওয়ায় মুখে হাসি বাগ্রাকোটের
অনুপ সাহা, ওদলাবাড়ি: কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী- এই আপ্তবাক্য জলপাইগুড়ি জেলার প্রান্তিক গ্রাম বাগ্রাকোটের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য (Bagrakote)। উন্নয়নের ছোঁয়ায় বাহ্যিক চেহারার যে আমূল পরিবর্তন ঘটে গিয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই। বাগ্রাকোটের আমজনতা তা করছেও না। ১০-১২ বছরে এই উন্নয়ন বেশি করে চোখে পড়ছে। বাগ্রাকোটের হয়েছে সার্বিক উন্নয়ন। বিভিন্ন সময়ে দাবি আদায়ে […] The post Bagrakote | বদলে যাওয়ায় মুখে হাসি বাগ্রাকোটের appeared first on Uttarbanga Sambad .
JDF ছাড়ার দিনই আর জি করে পোস্টিং অনিকেতের! ভাইরাল স্বাস্থ্যদপ্তরের বিজ্ঞপ্তি
শনিবার ভাইরাল হয়েছে স্বাস্থ্য দপ্তরের নিয়োগ সংক্রান্ত সার্কুলার।
পাখির চোখ খড়গপুরই? ‘ঘর’ফিরে পেতেই বোঝালেন দিলীপ, ‘নীরব’হিরণকে নিয়ে
দিলীপ ঘোষের খাসতালুক বলে পরিচিত রেলশহর খড়গপুর।
ছুটি নয়, যাত্রীদের সুবিধায় প্রতি রবিবার চলবে বাড়তি মেট্রো!
ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা কর্তৃপক্ষের, দেখে নিন সময়সূচি।
ডালখোলা: ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) চাকুলিয়ার পরিযায়ী শ্রমিকের (Migrant Worker Death)। মৃতের নাম সামসাদ আলম (২১)। বাড়ি গোয়ালপোখর-২ ব্লকের সূর্যাপুর-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোনাল গ্রামে। গত ১ জানুয়ারি ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে (Pune)। শনিবার তাঁর কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃতের পরিবারের সূত্রে জানা গিয়েছে, চার […] The post Migrant Worker Death | পুনেতে কাজে গিয়ে রহস্যমৃত্যু উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিকের! খুনের অভিযোগ পরিবারের appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্য ভারতের জঙ্গলমহলে যাঁর নাম শুনলে একসময় বুক কাঁপত সবার, সেই কুখ্যাত মাওবাদী কমান্ডার বারসে দেবা ওরফে দর্শন (৪৮) আত্মসমর্পণ করলেন। শনিবার তেলঙ্গানার ডিজিপি (DGP)-র কাছে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের অস্ত্রশস্ত্র ও ৪৮টি এলএমজি (LMG) জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেন তিনি। ছত্তিশগড়ের সুকমা জেলার পুভার্থী গ্রামের বাসিন্দা দর্শন ২০০৩ সালে […] The post Maoist Commander Surrenders | অস্ত্র ছেড়ে মূলস্রোতে ‘ত্রাস’ দর্শন, যবনিকা পড়ল দুই দশকের রক্তাক্ত অধ্যায়ে! appeared first on Uttarbanga Sambad .
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই শনিবার সকাল (৩ জানুয়ারি, ২০২৬) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার পর ভেনেজুয়েলার সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী বর্তমানে মার্কিন হেফাজতে রয়েছেন। বার কাউন্সিলে SIR-এর ছায়া, নাম বাদ খোদ মুখ্যমন্ত্রীর, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং তার নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি সফল ও বড়সড় অভিযান চালিয়েছে। নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে। খুব শীঘ্রই একটি সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত জানানো হবে।” তবে এই দাবির পক্ষে এখনো কোনও প্রামাণ্য তথ্য প্রকাশ করা হয়নি। pic.twitter.com/072d2ceeK8 — Rapid Response 47 (@RapidResponse47) January 3, 2026 এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ভেনেজুয়েলায় স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন। মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার কৌশলের অংশ হিসেবেই এই হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ভেনেজুয়েলার ওপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং মাদক পাচারের অভিযোগে বিভিন্ন নৌযানে অভিযান চালিয়েছে। এই সব পদক্ষেপের জেরে ভেনেজুয়েলাজুড়ে বিক্ষোভ ও অস্থিরতা বেড়েছে। ২০২৬-এর লড়াই শুরু! জানুয়ারিতেই বাংলায় মোদীর জোড়া সভা, থাকছে বড় চমক? অন্যদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি এক রেকর্ড করা সাক্ষাৎকারে দাবি করেন, যুক্তরাষ্ট্র তাঁর দেশকে অস্থিতিশীল করে সরকার পরিবর্তন করতে চায় এবং ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। মাদুরোর বক্তব্য অনুযায়ী, এই চাপ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছিল গত আগস্ট মাসে, যখন ক্যারিবিয়ান সাগরে বড় আকারে মার্কিন সামরিক বাহিনী মোতায়েন করা হয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য ভেনেজুয়েলা ভ্রমণ সংক্রান্ত কড়া সতর্কতা জারি করেছে। পরামর্শে বলা হয়েছে, ভেনেজুয়েলায় ভ্রমণ বা অবস্থান থেকে বিরত থাকতে। সব মিলিয়ে কারাকাসে বিস্ফোরণের ঘটনার পর লাতিন আমেরিকার এই দেশটি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও অনিশ্চয়তা আরও বেড়েছে। টেম্পো চালক থেকে বিমান সংস্থার মালিক, হার না মানা অদম্য লড়াইয়ের এ কাহিনী অনুপ্রেরণা জোগাবে
শীতে একসঙ্গে স্নানেই উষ্ণ হোক সম্পর্ক, জমান রসায়ন, কমবে স্ট্রেস
স্নানঘরে একা নয়, সঙ্গে নিন সঙ্গীকে।
Nadia: বান্ডিল-বান্ডিল টাকা নিয়েই যাচ্ছেন পুরপ্রধান, ভিডিয়ো দেখুন শুধু একবার
চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলনও করেছেন তারা। কুপার্স,কৃষ্ণনগর, চাকদা পর গয়েশপুর পৌরসভার প্রশাসকের উপর দায়িত্ব দেয়া হল। এখন অন্য পর্যন্ত নদীয়া জেলার চারটি পৌরসভা বর্তমানে প্রশাসক দ্বারা পরিচালনা শুরু হল।
Spinach Juice Benefits: আজকের দ্রুতগতির জীবনে আমরা প্রায়ই স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে সহজলভ্য প্রক্রিয়াজাত পানীয়ের দিকে ঝুঁকে পড়ি। সাময়িকভাবে এগুলো তৃপ্তি দিলেও দীর্ঘমেয়াদে শরীরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। ঠিক এই জায়গাতেই প্রাকৃতিক পানীয় হিসেবে পালং শাকের রস হয়ে উঠতে পারে বিকল্প। দেখতে সাধারণ হলেও এর পুষ্টিগুণ শরীরের ভেতর থেকে আমূল পরিবর্তন আনতে সক্ষম। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যদি কেউ টানা ১৫ দিন প্রতিদিন সকালে খালি পেটে পালং শাকের রস পান করেন, তাহলে শরীরে একাধিক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। পালং শাকের রসের সবচেয়ে বড় গুণ হল এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পালং শাকে থাকা ভিটামিন সি, আয়রন ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায়। যাঁরা বারবার ঠান্ডা, কাশি বা হালকা জ্বরে ভোগেন, তাঁদের ক্ষেত্রে এই রস শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। নিয়মিত গ্রহণে শরীর সহজে ক্লান্ত হয় না এবং দৈনন্দিন কাজে এনার্জি বজায় থাকে। বর্তমান সময়ে মোবাইল ও কম্পিউটার স্ক্রিনের অতিরিক্ত ব্যবহারে চোখের ওপর চাপ বেড়েছে। পালং শাকে থাকা ভিটামিন এ ও লুটিন চোখের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন পালং শাকের রস পান করলে দৃষ্টিশক্তি ধীরে ধীরে উন্নত হতে পারে এবং বয়সজনিত চোখের সমস্যার ঝুঁকি অনেকটাই কমে। দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাজ করা মানুষদের জন্য এটি বিশেষভাবে উপকারী। ওজন কমাতে চাইলে পালং শাকের রস খাদ্যতালিকায় যুক্ত করা একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত। এতে থাকা ফাইবার ও থাইলাকয়েড উপাদান ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর ফলে অপ্রয়োজনীয় বারবার খাওয়ার প্রবণতা কমে যায়। বিপাকক্রিয়া ধীরে ধীরে সক্রিয় হয় এবং জমে থাকা পেটের চর্বি গলতে শুরু করে। অনেকেই ১৫ দিনের মধ্যেই শরীর হালকা ব্যথা অনুভব করেন, যা ওজন কমানোর পথে একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ত্বক ও চুলের সৌন্দর্যের ক্ষেত্রেও পালং শাকের রসের ভূমিকা অনস্বীকার্য। ভিটামিন এ, সি ও আয়রন ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়। নিয়মিত এই রস পান করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, ব্রণ ও দাগ হালকা হতে শুরু করে এবং বলিরেখা কমতে সাহায্য করে। একই সঙ্গে চুলের গোড়া শক্তিশালী হয়, চুল পড়া কমে এবং চুলে স্বাভাবিক জেল্লা ফিরে আসে। বাহ্যিক সৌন্দর্য পণ্যের চেয়ে ভেতর থেকে পুষ্টি দেওয়াই যে বেশি কার্যকর, তার প্রমাণ দেয় পালং শাকের রস। শরীরকে বিষমুক্ত রাখতেও এই রস অত্যন্ত কার্যকর। পালং শাকের রস লিভার ও পাচনতন্ত্রকে সক্রিয় করে শরীরের টক্সিন বের করে দিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য, গ্যাস বা পেট ভারী থাকার সমস্যায় যাঁরা ভোগেন, তাঁদের জন্য এটি স্বস্তিদায়ক সমাধান হতে পারে। হজমশক্তি উন্নত হলে শরীর নিজে থেকেই অনেক রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়। পালং শাক আয়রনের একটি প্রাকৃতিক উৎস হওয়ায় এটি রক্তাল্পতা দূর করতেও সহায়ক। যাঁদের হিমোগ্লোবিন কম বা যারা সামান্য কাজেই দুর্বল বোধ করেন, তাঁদের জন্য এই রস শরীরে রক্ত গঠনে সাহায্য করতে পারে। ফলে সারাদিন কর্মক্ষমতা বজায় থাকে এবং মানসিক ক্লান্তিও কমে। পালং শাকের রস পান করার সবচেয়ে ভালো সময় হল সকালে খালি পেটে। তাজা পালং শাক ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে রস তৈরি করা উচিত। এতে অল্প পুদিনা পাতা, অর্ধেক লেবুর রস এবং সামান্য কালো লবণ যোগ করলে স্বাদ ও উপকারিতা দুটোই বাড়ে। সবসময় তাজা রস পান করাই শ্রেয়। তবে যাঁদের কিডনিতে পাথরের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে পালং শাকে থাকা অক্সালেটের কারণে সতর্কতা জরুরি। নিয়মিত গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একইভাবে, কেউ যদি দীর্ঘদিন ধরে কোনও গুরুতর রোগের ওষুধ খান, তাহলে পালং শাকের রস শুরু করার আগে বিশেষজ্ঞের মতামত নেওয়াই বুদ্ধিমানের কাজ। সবশেষে বলা যায়, মাত্র ১৫ দিনের একটি ছোট অভ্যাস আপনার শরীর, ত্বক, ওজন ও রোগ প্রতিরোধ ক্ষমতার উপর দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সুস্থ জীবনের দিকে প্রথম পদক্ষেপ হিসেবে আজ থেকেই দৈনন্দিন রুটিনে পালং শাকের রস অন্তর্ভুক্ত করতে পারেন
জট ছাড়াতে মরিয়া ফেডারেশন, ১ কোটি দিয়ে ISL খেলতে হবে ক্লাবগুলোকে!
ISL Restart Plan: এ বছরের লিগ শুরু করতে ক্লাবগুলোকে ১ কোটি টাকা করে পার্টিসিপেশন ফি দেওয়ার কথা বলেছে ফেডারেশন। যেহেতু সময়ে শুরু করা যায়নি লিগ, ছোট ফর্ম্যাটে এ বছর আইএসএল শেষ করতে চাইছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। কিন্তু কমপক্ষে ২৪ ম্যাচ না খেললে এএফসির স্লট পাওয়া যাবে না।
Trump Captures Nicolas Maduro: ১৯৬২ সালে ২৩ নভেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্ম হয় মাদুরোর। একেবারে সাদামাটা পরিবার। বাবা নিকোলাস মাদুরো গার্সিয়া ছিলেন শ্রমিক নেতা। নিজ দেশে পড়াশোনা, পরিবার সূত্রে রাজনীতির দিকে ঝোঁক। তবে পেটের টানে ১৯৯০-এর দিকে বাস চালকের কাজও করেছেন তিনি। ১৯৯২ সালে তিনি আসেন লাইমলাইটে। ওই বছরে ভেনেজুয়েলায় সামরিক অভ্য়ুত্থানের চেষ্টা চালিয়ে কারাবন্দি হয়েছিলেন সেনাকর্তা হুগো শাভেজ়।
Shamik Bhattacharya: কেন তৃণমূলে থাকলেন না মৌসম, শমীক বললেন…
Congress in Bengal: অধীর রঞ্জন চৌধুরীর প্রসঙ্গ টেনে কংগ্রেসের সাংগঠনিক অবস্থা নিয়ে খোঁচা দিয়ে শমীক বললেন, “একমাত্র প্রতিবাদী যিনি ছিলেন, চোখে চোখ রেখে তৃণমূলের বিরোধিতা করতেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁকে কংগ্রেস কী বার্তা দিয়েছে তা প্রত্যেকের জানা আছে।”
Mausam Noor: সব ঠিকঠাক চলার পরও হঠাৎ কেন দল ছাড়লেন মৌসম?
প্রায় সাত বছর পর ঠিক বিধানসভা ভোটের আগে আবারও নিজের ঘরে মৌসম। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যোগদান করলেন মৌসম। কয়েকদিন আগেই মৌসমকে মালদহের কো-অর্ডিনেটরের (হবিবপুর-সুজাপুর) দায়িত্ব দিয়েছিল তৃণমূল। এমনকী,তিনি ছিলেন রাজ্যসভার সাংসদও। তবে সব অব্যাহতি দিয়ে ফের ‘ঘরে’ ফিরলেন ঘরের মেয়ে।
আচমকাই বিরতিতে নীরজ, এশিয়ান গেমসের আগে হঠাৎ কী হল ‘সোনার ছেলে’র?
সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস।
শুনানিতে বিএলএ ২ নিয়ে হয়নি সিদ্ধান্ত! এসআইআরে রাজ্য সরকারের ‘সহযোগিতা’মানল কমিশন
শুনানির সময় বিএলএ-২ কে ঢুকতে দেওয়ার দাবি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
Sandeshkhali: ভেঙে দেওয়া হল গাড়ি, পুলিশের উপর হামলা, এবার কাঠগড়ায় শাহজাহানের অনুগামী
Police: ভেঙে দেওয়া হয়েছিল ইডি অফিসারদের গাড়ি। এরপর ২০২৬ এর ৩ জানুয়ারি ঠিক দু'বছর পর আবার সেই ছবিই ফিরল সন্দেশখালিতে। গ্রামে শাহজাহান নেই তো কী! আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হামলার ঘটনা ঘটল ঠিক একইভাবে। এবার আক্রান্ত পুলিশ।
BLO Death |কোচবিহারে বিএলও-র মৃত্যু! এসআইআরের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, দাবি পরিবারের
পুন্ডিবাড়ি: ফের এক বিএলও-র আকস্মিক মৃত্যুকে (BLO Death) ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে (Cooch Behar)। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার-২ ব্লকের বাণেশ্বর গ্রামে। মৃতের নাম আশিস ধর। তিনি ইছামারি এলাকার ১০৩ নম্বর বুথের বিএলও ছিলেন। জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বিএলও আশিস ধর। পরিবারের লোকজন তাঁকে তড়িঘড়ি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে […] The post BLO Death | কোচবিহারে বিএলও-র মৃত্যু! এসআইআরের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, দাবি পরিবারের appeared first on Uttarbanga Sambad .
হৃতিকের শরীরে ২৫% বাঙালি রক্ত! কীভাবে বঙ্গ-যোগ বলিউডের ‘গ্রিক গডে’র?
ব্যক্তিগত থেকে পেশাদার জীবন হৃতিকের সবকিছুর সঙ্গে জুড়ে রয়েছে বঙ্গ-যোগ।
Cricketer Mustafizur Rahman: মুস্তাফিজুরের বিকল্প কে হতে পারেন? ৫ পেসারের নাম ঘুরছে কেকেআর শিবিরে
Bangladeshi Cricketer: তাঁর বিকল্প হিসেবে রয়েছে ৫ জন ক্রিকেটারের। কেকেআরের নতুন বোলারের তালিকায় থাকতে পারেন জেসন বেহরেনডর্ফ এবং ফজলহক ফারুকি। দু’জনই মুস্তাফিজুরের মতো বাঁহাতি পেসার। আইপিএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে। মাঝের ওভার এবং ডেথ ওভারের জন্য কেকেআরের নজরে থাকতে পারেন রিচার্ড গ্লিসন ও রাইলি মেরেডিথ।
Suvendu Adhikari: পুলিশ আর আইপ্যাক ছাড়া তৃণমূলের সঙ্গে কেউ নেই, তোপ শুভেন্দুর
Suvendu on TMC: তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে শুভেন্দু বলেন, “তৃণমূলের সঙ্গে কেউ নেই। পুলিশ আর আইপ্যাক ছাড়া কেউ নেই। চোরেদের সঙ্গে কোনও মানুষ নেই। এবার সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। নন্দীগ্রামে রোজ চলবে।”
Recipe |আলু ছাড়াই কষা চিকেন খেতে চান? ট্রাই করুন অমৃতসরের জনপ্রিয় রেসিপি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছুটির দিন বা সপ্তাহে চিকেন রান্না বাঙালির হেঁসেলে হয়েই থাকে। তাই ঝোল বা ঝাল নয়, এবার বানিয়ে ফেলুন অমৃতসর স্টাইলের এই পদটি। দেখে মনে হতে পারে খুব ঝাল। কিন্তু স্বাদে অতুলনীয় এই রেসিপিটি সত্যিই আপনার মন জয় করে নেবে। গরম ভাত, রুটি, পরোটা বা নানের সঙ্গে এই রেসিপিটি খেতে পারেন। কী […] The post Recipe | আলু ছাড়াই কষা চিকেন খেতে চান? ট্রাই করুন অমৃতসরের জনপ্রিয় রেসিপি appeared first on Uttarbanga Sambad .
মুস্তাফিজ়ুরকে তাড়াতেই রেগে আগুন ইমাম অ্যাসোসিয়েশন, 'বিষোদগার' BCCI-এর বিরুদ্ধে !
Mustafizur Rahman : বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামতে চাইছে না। ২০২৬ আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুস্তাফিজ়ুর রহমানকে দলে নিয়েছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট সমর্থকরা স্পষ্ট জানিয়ে দেন যে মুস্তাফিজ়ুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স খেলালে তাঁরা আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট বয়কট করবেন। এই পরিস্থিতিতে বিসিসিআই কিছুটা হলেও পিছিয়ে আসে। শনিবার (৩ ডিসেম্বর) কলকাতা নাইট রাইডার্স ম্য়ানেজমেন্টকে নির্দেশ দেওয়া হয়, যত তাড়াতাড়ি সম্ভব মুস্তাফিজ়ুরকে যেন রিলিজ় করে দেওয়া হয়। কেকেআর ব্রিগেডও সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে। তারা একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে মুস্তাফিজ়ুরকে ছেড়ে দেয়। Mustafizur Rahman KKR Controversy: মুস্তাফিজ়ুরকে ছেড়ে দিলে ৯.২০ কোটি টাকা ফেরত পাবে কেকেআর? জেনে নিন IPL-এর নিয়ম ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই পদক্ষেপে রীতিমতো রেগে যায় ইমাম অ্যাসোসিয়েশন। এমনকী, এই ঘটনার নিন্দা করে একটি বিবৃতিও সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সর্বভারতীয় ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদি বললেন, 'নিলামের আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, বাংলাদেশি ক্রিকেটারদের খেলানো হবে না। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কারোর কাছেই অজানা নয়। এই সিদ্ধান্ত একান্তই হিন্দু-মুসলমান সম্প্রদায়ের ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। শাহরুখ খানকে আমি কোনও দোষ দেব না। বিসিসিআই-এর নিয়ম মেনেই উনি বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছিলেন।' KKR to Release Mustafizur Rahman: পাকিস্তানের পর এবার IPL-য়ে 'বয়কট' বাংলাদেশও! কী বলছে বিসিসিআই? #WATCH | Delhi: On BCCI asks KKR to release Bangladeshi cricketer Mustafizur Rahman, All India Imam Association President, Maulana Sajid Rashidi says, ... The decision to drop the Bangladeshi player should have been made before the auction, as they were aware of the situation in… pic.twitter.com/i1DpL6uWFa — ANI (@ANI) January 3, 2026 পাশাপাশি তিনি আরও যোগ করেন, 'এমন ঘটনার জন্য শাহরুখ খানকে (Shah Rukh Khan) শুধু শুধু গদ্দারের তকমা দেওয়া হচ্ছিল। যদিও নিলাম অনুষ্ঠানের সময় এমন কোনও বিধি-নিষেধ আরোপ করা হয়নি। আমার মনে হয়, গোটা বিষয়টাই জেনেশুনে করা হয়েছে।' Mustafizur Rahman KKR: ছাড়তে হবে 'বাংলাদেশি' মুস্তাফিজ়ুরকে, কড়া নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯.২ কোটি টাকাায় মুস্তাফিজ়ুরকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত নভেম্বর মাসে আয়োজিত আইপিএল মিনি অকশনে মুস্তাফিজ়ুর রহমানকে ৯.২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, নিলামের পরই গোটা পরিস্থিতি একেবারে বদলে যায়। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর ভারতীয় ক্রিকেট সমর্থকদের যথেষ্ট ব্যথিত করেছে। IPL 2026 Auction, Mustafizur Rahman News: মুস্তাফিজ়কে নিয়ে ভুল করল KKR? বাংলাদেশ প্রীতিই 'কাঁটা' হবে নাইট ব্রিগেডের! আর সেকারণেই তাঁরা কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খানের কাছে আবেদন করেছিলেন, মুস্তাফিজ়ুর রহমানকে যেন রিলিজ় করে দেওয়া হয়। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন। কলকাতা নাইট রাইডার্সকে তিনি নির্দেশ দিয়েছেন মুস্তাফিজ়ুর রহমানকে যেন রিলিজ় করে দেওয়া হয়। সেইসঙ্গে বাংলাদেশি এই পেস বোলারের রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে বেছে নেওয়া হয়। সেই নির্দেশই পালন করেছে কেকেআর ব্রিগেড।
মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি! বেঙ্গালুরুতে গ্রেপ্তার যুবক
প্রায় আড়াই সপ্তাহ পর গ্রেপ্তার অভিযুক্ত।
Suvendu on Mamata: ২০ হাজার ভোটে নন্দীগ্রামে মমতাকে হারাব: শুভেন্দু
Suvendu Adhikari: মমতার বিরুদ্ধে রীতিমতো চ্যালেঞ্জ করে শুভেন্দু বললেন, “নন্দীগ্রামটা তো পশ্চিমবঙ্গের মধ্যে। আর ওরা পশ্চিমবঙ্গের ক্ষমতায়। নজর তো অনেক আগে থেকেই ছিল। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যয়া নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। উনি তো একুশে দাঁড়িয়ে ছিলেন। নজর ওনার আছে। ২০১১ সালের আগে যাঁরা নন্দীগ্রামে কিছু করেনি তাঁদের নন্দীগ্রামের লোক গ্রহণ করেনি।
গোটা বাড়ি তছনছ, ভাঙচুর, পদ্মশ্রী বুলা চৌধুরীর হিন্দমোটরের ফাঁকা বাড়িতে ফের চুরি!
গত ১৫ আগস্ট তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল।
Suvendu Adhikari: ‘২৪ কলিঙ্গ, ‘২৫-এ অঙ্গ, এবার হবে বঙ্গ: শুভেন্দু
Bhatpara: একাধিকবার দলবদল করেছিলেন অর্জুন সিং। ব্যারাকপুর থেকে বিজেপির হয়ে সাংসদ পদের জন্য লড়াই করেছিলেন তিনি। তবে তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। বর্তমানে সেখানে তৃণমূলের শক্তি সেখানে প্রবল তা বলাই যায়।
Self Confidence Tips: আত্মবিশ্বাসই মানুষের জীবনের আসল চালিকাশক্তি। প্রতিভা, পরিশ্রম বা সুযোগ থাকা সত্ত্বেও অনেক মানুষ শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাবে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে পিছিয়ে পড়েন। মনের ভেতরে বারবার ঘুরতে থাকে, 'আমি পারব তো?' বা 'যদি না হয়?'—এই কিন্তু-কিন্তু ভাব। কিন্তু, এই ভাবই ধীরে সাফল্যের দরজা বন্ধ করে দেয়। আশ্চর্যের বিষয়, জ্যোতিষশাস্ত্র বলছে এই আত্মবিশ্বাসের অভাব শুধু মানসিক দুর্বলতা নয়, এর নেপথ্যে অনেক সময় গ্রহের প্রভাবও কাজ করে। শাস্ত্র অনুযায়ী জন্মছকে সূর্য দুর্বল হলে আত্মসম্মান এবং আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যায়। আবার চন্দ্র দুর্বল হলে মন অস্থির হয়, সিদ্ধান্তহীনতা বাড়ে। মঙ্গল শক্তিশালী না হলে সাহস ও উদ্যোগ নেওয়ার ক্ষমতা কমে যায়। বৃহস্পতি দুর্বল হলে নিজের ওপর বিশ্বাস টলে যায় এবং জীবনের লক্ষ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এই কারণেই বহু মানুষ সবকিছু জেনেও এগিয়ে যেতে পারেন না। আরও পড়ুন- ঘড়ির কাঁটায় রাত কাবার হলেও ঘুমোন না? রাত জেগে এই তিন কাজ করলে রুষ্ট হন রাহু-কেতু-শনি! শাস্ত্র অনুযায়ী জন্মছকে সূর্য দুর্বল হলে আত্মসম্মান ও আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যায়। আবার চন্দ্র দুর্বল হলে মন অস্থির হয়, সিদ্ধান্তহীনতা বাড়ে। মঙ্গল শক্তিশালী না হলে সাহস ও উদ্যোগ নেওয়ার ক্ষমতা কমে যায়। বৃহস্পতি দুর্বল হলে নিজের ওপর বিশ্বাস টলে যায় এবং জীবনের লক্ষ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এই কারণেই বহু মানুষ সবকিছু জেনেও এগিয়ে যেতে পারেন না। আরও পড়ুন- হাসিতেই নাকি ধরা পড়ে আপনার গোপন চরিত্র! জানুন, কী বলছেন জ্যোতিষী! ভোরবেলা সূর্যকে জল অর্পণ করা আত্মবিশ্বাস বৃদ্ধির আরেকটি দুর্দান্ত উপায়। সূর্য আত্মসম্মান, নেতৃত্ব ও আত্মবিশ্বাসের কারক গ্রহ। প্রতিদিন সূর্যের দিকে তাকিয়ে জল দেওয়ার সময় মনে মনে নিজের লক্ষ্য ও শক্তির কথা ভাবলে আত্মবিশ্বাস ধীরে ধীরে দৃঢ় হয়। এর ফলে কর্মক্ষমতা বাড়ে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়ে। আরও পড়ুন- শীতকালে কখন ও কীভাবে পান করবেন লেবু জল? মিলবে সর্বোচ্চ উপকার জ্যোতিষ মতে মঙ্গল সাহস এবং আত্মপ্রত্যয়ের প্রতীক। তাই মঙ্গলবার লাল রঙের কোনও বস্তু দান করা বা পাখিদের খাবার দেওয়া আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক। এতে জন্মছকে মঙ্গলের প্রভাব ইতিবাচক হয় বলে বিশ্বাস। অনেকে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে লাল প্রবাল ধারণ করেন, যা সাহস ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। আরও পড়ুন- শীতকালে অতিরিক্ত ঠান্ডা লাগছে? এই খাবারগুলি খেলে শরীর থাকবে উষ্ণ, রোগ প্রতিরোধ ক্ষমতা হবে শক্তিশালী চন্দ্র দুর্বল থাকলে মন খুব সহজেই ভেঙে পড়ে। তখন মানুষ নিজের যোগ্যতা নিয়েই সন্দেহ করতে শুরু করে। এই অবস্থায় নিয়মিত ধ্যান অত্যন্ত কার্যকর। প্রতিদিন কয়েক মিনিট চোখ বন্ধ করে শ্বাস-প্রশ্বাসের দিকে মন দিলে মানসিক স্থিরতা আসে। ধ্যান মনের ভিত শক্ত করে, ফলে আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়ে। শাস্ত্রে বলা আছে শাস্ত্রে আরও বলা হয়েছে, বৃহস্পতির কৃপা পেলে জীবনে স্থিরতা ও আত্মবিশ্বাস আসে। গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় হলুদ রঙের পোশাক পরলে বৃহস্পতির ইতিবাচক প্রভাব বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এতে মনে সাহস আসে এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এই সব শাস্ত্রসম্মত উপায়ের পাশাপাশি একটি বিষয় মনে রাখা জরুরি—আত্মবিশ্বাস একদিনে তৈরি হয় না। নিয়মিত ইতিবাচক চিন্তা, নিজেকে ছোট না করা এবং নিজের ছোট সাফল্যগুলিকে গুরুত্ব দেওয়াও অত্যন্ত জরুরি। গ্রহের প্রভাব থাকলেও নিজের চেষ্টা ও মানসিক প্রস্তুতিই শেষ কথা। যখন আপনি ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস রাখতে শিখবেন, তখন সুযোগ আর হাতছাড়া হবে না। মনের কিন্তু-কিন্তু ভাব দূর হয়ে যাবে, আর আত্মবিশ্বাসই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় শক্তি।
West Bengal Elections 2026: হাতে গোণা আর মাত্র কয়েকটা মাস। তারপরই বাংলায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। যেখানে মূল লড়াই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে যুযুধান দুদলই। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যেমন ক্ষমতা ধরে রাখতে মরিয়া, তেমনই বিজেপিও রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতা দখলের লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করতে তৎপর। এই আবহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শমীক ভট্টাচার্য বলেন, তিনি যতই জেলা সফর বা রাজনৈতিক কর্মসূচি করুন না কেন, এবারের নির্বাচনে বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রস্তুত। তাঁর দাবি, এবারের লড়াই বিজেপি বনাম তৃণমূল নয়, বরং জনগণ বনাম তৃণমূল কংগ্রেস। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জনগণই জয়ী হবে, বলে মন্তব্য করেন তিনি। Narendra Modi: ২০২৬-এর লড়াই শুরু! জানুয়ারিতেই বাংলায় মোদীর জোড়া সভা, থাকছে বড় চমক? মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনগুলিকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “আমরা মুসলিম সমাজের মানুষদের জিজ্ঞাসা করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কী করেছেন? কর্মসংস্থান বা ভবিষ্যৎ গঠনের জন্য তিনি কী উদ্যোগ নিয়েছেন?” বিজেপি সভাপতির অভিযোগ, রাজ্যে মুসলমানদের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় এবং হিংসার ঘটনায় মুসলমানরাই মুসলমানদের হাতে প্রাণ হারাচ্ছেন। West Bengal News Live Updates: ফের উত্তপ্ত সন্দেশখালি! পুলিশের গাড়িতে বেপরোয়া হামলা, আহত ৩ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার যেন দিনের পর দিন বেড়েই চলেছে। প্রতিদিন এমনই কোনও না কোনও খবর দখল করছে সংবাদ শিরোনাম। সম্প্রতি ২০২৬ আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যদিও এই সিদ্ধান্তের কারণে কেকেআর ম্য়ানেজমেন্টকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। বাংলাদেশের একজন ক্রিকেটারকে কেন কিনল শাহরুখ খানের (Shah Rukh Khan) দল, তা নিয়েও উঠেছিল একাধিক প্রশ্ন। অবশেষে বিসিসিআই KKR-কে কড়া নির্দেশ দিয়েছে, যত দ্রুত সম্ভব মুস্তাফিজ়ুর রহমানকে যেন স্কোয়াড থেকে রিলিজ় করে দেওয়া হয়। বিসিসিআইয়ের নেওয়া সিদ্ধান্ত নিয়েও মুখ খোলেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি গোটা বিশ্বের সামনে স্পষ্ট। সেখানে হিন্দুদের উপর নির্যাতন চলছে, বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেত্রী ইন্দিরা গান্ধীর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে এবং সত্যজিৎ রায়ের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তাঁর মন্তব্য, বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে এবং অতীতের ইতিহাস ভুলে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে এই ধরনের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক আরও বাড়বে বলেও ইঙ্গিত দেন তিনি। SIR: ভোটার তালিকায় নাম নেই কান্তি গাঙ্গুলীর, নথি যাচাইয়ে বাড়িতে BLO
শ্বশুরের বিয়ে মানতে নারাজ ছেলে-বউমা! ‘কীর্তনের পর কীর্তন’-এ টেকাই দায়, দেখুন ভিডিও
এবার আসছে ছবির সিক্যুয়েল। যা মুক্তি পাবে ৯ জানুয়ারি।
‘সাম্রাজ্যবাদী আগ্রাসন’, ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা গোটা লাতিন আমেরিকার! মুখ খুলল রাশিয়াও
নজর রাখছে জার্মানি, ইতালির মতো ইউরোপের দেশগুলিও।
Indo-Bangladesh Border Story: কাঁটাতারের এপারে বাবার নিথর দেহ, চোখে জল নিয়ে ওপার থেকে দেখল মেয়ে
Indo-Bangladesh Border: কাঁটাতারের এপাশে শায়িত ছিল বাবার নিথর দেহ, আর ওপাশে দাঁড়িয়ে কাঁদছিলেন মেয়ে ওমেহার। মাঝখানে লোহার বেড়া। জিরো লাইনে দাঁড়িয়েই চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন তিনি। দীর্ঘশ্বাস আর কান্নার মধ্য দিয়ে শেষ হল এক দীর্ঘ প্রতীক্ষার। সীমান্তবর্তী বাসিন্দাদের মতে, এই ছবি শুধু ইসরাফিল বা ওমেহারের নয়; এই ছবি ভারত-বাংলাদেশ সীমান্তের দুই পাড়ে বাস করা শত শত মানুষের নিত্য যন্ত্রণার।
ঘরের মাঠে হার নর্থবেঙ্গলের, বেঙ্গল সুপার লিগে জয়ের সরণিতে ফিরল নর্থ চব্বিশ পরগনা
চতুর্থ স্থানে উঠে এল নর্থ ২৪ পরগনা।
ছাব্বিশে বঙ্গজয়ে বিশেষ ‘শাহী’কৌশল! কোন কোন ফ্যাক্টরে জোর দিচ্ছে বিজেপি?
সদ্য কলকাতা সফরে এসে অনুপ্রবেশ ইস্যুতে জোরদার লড়াইয়ের কথা বলেছিলেন শাহ।
India Pakistan Conflict: নোবেল চান শি-জিনপিং? ভারত-পাক সংঘর্ষ নিয়ে ট্রাম্পের সুরেই সুর মেলাল বেজিং
China Claims to Mediator in Ind-Pak Conflict: ভারত-পাক সংঘর্ষে বিরতি পড়ার পর থেকেই 'যুদ্ধ থামিয়েছেন' বলে দাবি করেছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কৃতত্বেই এই দুই প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষ মিটেছে বলেই দাবি তাঁর। কিন্তু নয়াদিল্লি কখনওই সেই দাবিকে গুরুত্ব দেয়নি। প্রথমে একটু ঢোক গিললেও, পরে সরাসরি নাকচ করেছে। চিন নিয়ে এখনও নয়াদিল্লির অবস্থান স্পষ্ট নয়।
Kalyan Banerjee |দ্বন্দ্ব মিটিয়ে হাত মেলালেন রচনা-অসিত! তৃণমূলের ‘বরফ’ গলানোর সৌজন্যে কল্যাণ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি প্রকাশ্যে চলে এসেছিল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের (Asit Mazumdar) দ্বন্দ্ব। বিধানসভা ভোটের আগে যা নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে গিয়েছিল হুগলি (Hooghly) জেলা তৃণমূল নেতৃত্ব (TMC)। তবে এবার সেই দ্বন্দ্বের অবসান ঘটাতে আসরে নামলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। দুজনকেই এক হয়ে […] The post Kalyan Banerjee | দ্বন্দ্ব মিটিয়ে হাত মেলালেন রচনা-অসিত! তৃণমূলের ‘বরফ’ গলানোর সৌজন্যে কল্যাণ appeared first on Uttarbanga Sambad .
দিল্লি হিংসায় অভিযুক্ত উমর, শারজিলরা কি এবার মুক্তি পাবেন? সোমে রায় দেবে সুপ্রিম কোর্ট
গত পাঁচ বছর ধরে জেলবন্দি উমর-শারজিলরা।
Harishchandrapur |কলঙ্কিত শিক্ষাঙ্গন! মাদ্রাসার শিক্ষককে মারধরের অভিযোগ, কাঠগড়ায় শাসক দল
হরিশ্চন্দ্রপুর: ভরদুপুরে মাদ্রাসায় ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সরকারি শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শাসকদলের (TMC) পঞ্চায়েত সমিতির সভাপতি দেওরের বিরুদ্ধে। ঘটনার জেরে গুরুতর জখম দুই শিক্ষককে প্রথমে নিয়ে যাওয়া হয় মসালদহ গ্রামীণ হাসপাতাল পরে তাঁদের রেফার করা হয় চাঁচল মহকুমা হাসপাতালে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানা এলাকায়। স্থানীয় সূত্র […] The post Harishchandrapur | কলঙ্কিত শিক্ষাঙ্গন! মাদ্রাসার শিক্ষককে মারধরের অভিযোগ, কাঠগড়ায় শাসক দল appeared first on Uttarbanga Sambad .
দুয়ারে চিকিৎসা! বয়স্ক ভোট টানতে নতুন উদ্যোগ নীতীশের
নীতীশের নির্দেশ, বয়স্ক মানুষদের জন্য এই পরিষেবা চালু করতে হবে দ্রুত।
কাটছে জট! আগামী সপ্তাহেই আইএসএলের দিন ঘোষণা, জানাল ফেডারেশন
অবশেষে ভারতীয় ফুটবলে আশার আলো।
ইন্দোরকাণ্ড: কাটেনি আতঙ্ক, চড়া দামে পানীয় জল কিনছেন বাসিন্দারা, হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২০০
কী জানাচ্ছেন বাসিন্দারা ?
মাদুরোর গ্রেপ্তারির পর ভেনেজুয়েলার নয়া প্রেসিডেন্ট ডেলসি! কে এই দাপুটে রাজনীতিক?
মাদুরোর গ্রেপ্তারির পর জরুরি অবস্থা জারি করা হয়েছে ভেনেজুয়েলায়।
বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘Hot and Sour’ ভেজিটেবল সুপ
রেস্তোরাঁতে গিয়ে তো মাঝেমধ্যেই সুপ খান, কিন্তু বাজারের টাটকা সবজি দিয়ে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় পুষ্টিকর সুপ, তবে কেমন হয়? আজ আপনাদের জন্য রইল জিভে জল আনা ‘hot and sour soup’ ভেজিটেবল সুপের সহজ রেসিপি।
বিজয় হাজারেতে অভিমন্যুর সেঞ্চুরি, ‘ব্রাত্য’শামিই জেতালেন বাংলাকে
টানা তিন ম্যাচ জিতে আপাতত তৃতীয় স্থানে বাংলা।
‘লোককেন্দ্রিক আন্দোলন থেকে সরে আসতেই পারেন অনিকেত’, ফ্রন্টকে খোঁচা নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের
, অভয়ার বিচার একমাত্র বিচার ব্যবস্থার মাধ্যমেই হওয়া সম্ভব বলেও মন্তব্য চিকিৎসকের।
শামির সঙ্গে ‘বেইমানি’নির্বাচকদের, ক্ষুব্ধ বাংলার কোচ, প্রশ্ন রুতুরাজের বাদ পড়া নিয়েও
বলো তাঁর কী অপরাধ?
আত্মসমর্পণ হিডমার সমসাময়িক মাওবাদী শীর্ষনেতার! ‘শেষের শুরু’, হুঙ্কার তেলঙ্গানা পুলিশের
বারসে গেরিলাবাহিনীর কমান্ডার ছিলেন।
হেলমেট পরলেই কি চুল ঝরে? টাক পড়ার ভয় কতটা সত্যি, জানালেন বিশেষজ্ঞ
নিয়মিত হেলমেট পরার কারণে চুল পাতলা হয়ে যাচ্ছে কিংবা মাথার সামনের দিকের চুল কমে যাচ্ছে । বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই দুশ্চিন্তা প্রবল। কিন্তু হেলমেট পরা কি সত্যিই চুল পড়ার জন্য দায়ী? নাকি এটি নিছকই একটি ধারণা? এই বিষয়ে প্রকৃত তথ্য জানিয়েছেন বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ ডঃ দীপালি ভরদ্বাজ।
র্যাগিং, যৌন হেনস্তায় ছাত্রীর মৃত্যু: অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করলেন হিমাচলের মুখ্যমন্ত্রী
স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করেছে হিমাচলের মহিলা কমিশনও।
চিরকুটের একটা প্রশ্ন দেখেই মুচকি হাসলেন অভিষেক, ভরা সভাতেই বললেন…
কাচের বাক্সে ভর্তি ছিল প্রশ্নের চিরকুট। সবকটার উত্তর দেওয়া সম্ভব হয়নি। বাকিগুলো পরে উত্তর দেওয়া হবে বলে জানানো হয়। সভার ইতি টানছেন উপস্থাপক। সেইসময় হঠাৎ জারের দিকে তাকিয়ে একটা প্রশ্ন দেখতে পেয়ে যান অভিষেক। তাতে লেখা, 'আমি বিয়ের টাকা পাইনি।'
মুস্তাফিজ কাণ্ডে ক্ষুব্ধ বাংলাদেশ বোর্ড! আদৌ ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসবেন তাসকিনরা?
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রভাব টি-২০ বিশ্বকাপে।
‘মনের জোরে এসেছি’, অন্যের কাঁধে ভর দিয়ে শুনানিতে এলেন ১০৪ বছরের বৃদ্ধা!
নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে অমানবিকতার ছবি অশোকনগরে।
ফের কংগ্রেসে যোগদান করলেন রাজ্যসভার তৃণমূলি সাংসদ মৌসম নূর। শনিবার বিকেলে দিল্লিতে দলীয় নেতৃত্বের হাত ধরে ফের কংগ্রেসে যোগদান করেন তিনি।
কানমারীতে ভারত সেবাশ্রম সংঘের ‘ত্রিশূল পূর্ণিমা’উৎসব, বিতরণ করা হল শীতবস্ত্র
প্রতি বছর সংঘ এই বিশেষ উৎসবের আয়োজন করে।
নতুন বছরের শুরুতেই মাওবাদী অভিযানে বিরাট সাফল্য, ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে নিকেশ ১৪
ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। রাজ্যের বিজাপুর ও সুকমা জেলার জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র মাওবাদীদের মধ্যে তীব্র সংঘর্ষে মোট ১৪ জন মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে কোন্টা এরিয়া কমিটির সম্পাদক শচীন মাঙ্গাডুও রয়েছেন, যা সংগঠনের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। West Bengal News Live Updates: ফের উত্তপ্ত সন্দেশখালি! পুলিশের গাড়িতে বেপরোয়া হামলা, আহত ৩ পুলিশ সূত্রে জানা গেছে, বিজাপুর জেলার দক্ষিণাঞ্চলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। কিস্তারাম থানা এলাকার পামলুর জঙ্গলে ভোর প্রায় ৫টা নাগাদ ডিআরজি (ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড) বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এরপর দীর্ঘ সময় ধরে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষস্থল থেকে দুই মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিভিন্ন অভিযানে মোট ১৪ জনের মৃতদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ। তাঁর মতে, বিজাপুর জেলা থেকে ২ জন এবং সুকমা জেলা থেকে ১২ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে AK-47, INSAS এবং SLR রাইফেলসহ একাধিক স্বয়ংক্রিয় অস্ত্র। SIR: ভোটার তালিকায় নাম নেই কান্তি গাঙ্গুলীর, নথি যাচাইয়ে বাড়িতে BLO সুকমা জেলার পুলিশ সুপার কিরণ চহ্বান গোটা অভিযানের ওপর নজর রাখছেন। পুলিশ জানিয়েছে, নিহত অন্যান্য মাওবাদীদের পরিচয় এখনও যাচাই করা হচ্ছে। যেহেতু অভিযান এখনও চলছে, তাই নিরাপত্তার স্বার্থে সংঘর্ষের সঠিক অবস্থান, বাহিনীর সংখ্যা ও অন্যান্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন আইজি সুন্দররাজ। উল্লেখ্য, ২০২৫ সালে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন সংঘর্ষে মোট ২৮৫ জন নকশাল নিহত হয়েছে। এর মধ্যে বস্তার বিভাগেই নিহত হয়েছে ২৫৭ জন মাওবাদী, যেখানে বিজাপুরসহ সাতটি জেলা রয়েছে। পাশাপাশি রায়পুর বিভাগের গড়িয়াবন্দ জেলায় আরও ২৭ জন মাওবাদী নিহত হয়েছে। এর আগেও, গত ২০ ডিসেম্বর সুকমা জেলায় এক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছিল নিরাপত্তা বাহিনী। ঘাটে গা শিউরে ওঠা দৃশ্য! জালে আটকে দেহসদৃশ বস্তু ঘিরে তুমুল চাঞ্চল্য এলাকায়

9 C