SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

Wedding Rituals: বিয়ের সময় কেন তিনবার সিঁদুর পরানো হয়? জানুন আসল রহস্য

বিবাহের সময় দেখা যায় বর কনের সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন। চারিদিকে একটা আলাদা পরিবেশ তৈরি হয়। এরপরই একবার নয়, মোট তিনবার কনেকে সিঁদুর পরান বর। যা শুধুমাত্র একটি রীতি নয়, এর পেছনে রয়েছে গভীর ধর্মীয় কারণ।

টিভি 9 বাংলা 20 Nov 2025 1:29 pm

Dinhata |সরকারি ভবনে তৃণমূল নেতার বেসরকারি স্কুল

দিনহাটা: বেনজির কাণ্ড! সরকারি স্কুলের ক্লাসরুম দখল করে তৃণমূল নেতার বেসরকারি স্কুলের পঠনপাঠন চলছে। এমনটাই অভিযোগ। দিনহাটা-১ ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা অঞ্চলে সরকারি শিক্ষা ব্যবস্থায় এক অদ্ভুত ছবি সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি স্কুলে চলছে বেসরকারি স্কুলের পঠনপাঠন। ঘটনাটি সামনে আসতেই বিতর্ক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। অনেকদিন ধরে সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি স্কুল চললেও তৃণমূল […] The post Dinhata | সরকারি ভবনে তৃণমূল নেতার বেসরকারি স্কুল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 1:29 pm

West Bengal News Live Updates: ভোটের আগে শাসক নেতাদের বাড়ি লক্ষ্য করে গুলি,বোমা, তোলপাড় ফেলা ঘটনায় তুমুল চাঞ্চল্য বাংলায়

Kolkata News updates: বনগাঁয় তৃণমূল কাউন্সিলরদের বাড়িতে গুলি চলার ঘটনায় উত্তেজনা ছড়াল। বুধবার রাতেই ৬ জন তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। বিশেষ করে কাউন্সিলর শম্পা মাহান্তোর বাড়ি লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। আরও পড়ুন- রোগী মৃত্যুতেও টনক নড়ল না, রাজ্যের নামি মেডিকেল কলেজে ভয়ঙ্কর কাণ্ড, রোগীর সঙ্গে যা ঘটল, জানলে চমকে যাবেন উল্লেখ্য, বুধবারই বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। সেই অনাস্থা প্রস্তাবে সই করতে অস্বীকার করেন তৃণমূলের ওই ৬ কাউন্সিলর। এর পরই তাঁদের বাড়ির সামনে এমন হামলার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।হামলার প্রতিবাদে আজ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। তাঁর নেতৃত্বেই বিক্ষোভ মিছিল বের হয় বনগাঁ শহরে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, কারা কী উদ্দেশ্যে গুলি চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে বলেও সূত্রের খবর। আরও পড়ুন- এক ধাক্কায় কতটা বাড়ল সোনার দাম? শুনে চমকে যাবেন উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টের কাছে বড়সড় উত্তেজনা। সীমান্তের ঠিক আগে একসঙ্গে ৫০০-র বেশি সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) ঘিরে ভীতি ছড়িয়ে পড়ায় তাঁরা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। দলে রয়েছে পুরুষ, মহিলা থেকে শুরু করে শিশুও। বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, গত এক সপ্তাহে উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে ৪০০-র বেশি মানুষ জড়ো হয়েছেন। কলকাতা, হাওড়া সহ আশপাশের অঞ্চল থেকে তাঁরা এসেছেন। অনেকে জানাচ্ছেন, তাঁদের কাছে ভারতীয় নথি থাকলেও SIR আতঙ্কেই তাঁরা ফিরে যাচ্ছেন। একজন পৌরসভার আবর্জনা সংগ্রাহক জানিয়েছেন, “আমার ও ছেলের voter ID আছে। কিন্তু রিস্ক নিতে পারছি না। সবাই বলছে SIR-এ ধরা পড়ব।” আরও পড়ুন- বিরাট কাজের চাপ, ভয়ঙ্কর পরিণতি BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে প্রবল চাপে কমিশন ভোটের আগে চরমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বীরভূমে ফের তৃণমূল বনাম তৃণমূল। তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সামনেই অঞ্চল সভাপতিকে মারধরের ঘটনা। মারধর করা হয় তার ভাইকেও। আহতদের হাসপাতালে নিয়ে যান সাংসদ। এই ঘটনার জেরে ছড়িয়েছে চরম চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, অঞ্চল সভাপতিকে মারধরের ঘটনায় নাম জড়িয়েছে শাসক দলেরই।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 1:29 pm

Cooch Behar |তরুণের স্বপ্ন প্রকল্পের সার্ভারে বিভ্রাট! ট্যাবের টাকা পাওয়া নিয়ে সংশয়

কোচবিহার: তরুণের স্বপ্ন প্রকল্পে প্রতি বছর সাধারণত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে অথবা অক্টোবরের শুরুতে ট্যাব কেনার জন্য একাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দিয়ে আসছে রাজ্য সরকার। কিন্তু এবছর নভেম্বর শেষের দিকে গড়ালেও, ওই টাকা পায়নি ছাত্রছাত্রীরা। এর ফলে সরকারের তরফে এবছর ট্যাবের টাকা আদৌ দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয়ে পড়ুয়ারা। শিক্ষা […] The post Cooch Behar | তরুণের স্বপ্ন প্রকল্পের সার্ভারে বিভ্রাট! ট্যাবের টাকা পাওয়া নিয়ে সংশয় appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 1:26 pm

টলিউডে কাজ ছিল না, খাবারের দোকান খুলেছিলেন পরিচালক, এবার কী?

পরিচালক অয়ন সেনগুপ্ত ছোটপর্দায় নিয়মিত কাজ করতেন। তবে গত বছর তিনি নিজের আর্থিক সমস্যার কথা প্রকাশ্যে আনেন। কোনও কাজ হাতে না থাকায়, স্ত্রীর সঙ্গে তৈরি করে ফেলেন পেটুক নামের একটা খাবারের দোকান। এলাহি কিছু নয়। তবে রাস্তায় ছিমছাম দোকানের সহজ মেনু দেখে ভিড় জমাতে শুরু করেন অনেকে। টলিপাড়ায় পরিচালকের বন্ধুদের অনেকে পৌঁছে যান এই দোকানে। পরিচালনা বা অভিনয়ের কাজ করেন, তবে হাতে কাজ না থাকায় অন্য কোনও পেশা বেছে নিতে হয়েছে, এরকম অনেকেই রয়েছেন টলিউডে।

টিভি 9 বাংলা 20 Nov 2025 1:24 pm

Cooch Behar |কোন সায়নদীপের কথা শুভেন্দুর মুখে! চর্চা কোচবিহারে

কোচবিহার: শুভেন্দু অধিকারীর সায়নদীপ কে? এই প্রশ্নের উত্তরের খোঁজেই এখন কোচবিহারের রাজনৈতিক মহল। তোলাবাজি প্রসঙ্গে বুধবার কলকাতায় বিরোধী দলনেতা কোচবিহারের সায়নদীপের কথা উল্লেখ করেছেন। তারপর থেকেই শুভেন্দুর প্রকৃত সায়নদীপ নিয়ে যাবতীয় জল্পনা শুরু হয়েছে জেলায়। প্রাথমিকভাবে আলোচনার কেন্দ্রে দুই সায়নদীপ। একজন সায়নদীপ গোস্বামী তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদকের পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার […] The post Cooch Behar | কোন সায়নদীপের কথা শুভেন্দুর মুখে! চর্চা কোচবিহারে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 1:23 pm

পাথরপ্রতিমায় বিডিওর গাড়িতে আগুন, পুড়ল পরপর বাড়ি ও দোকান! নেপথ্যে কোন কারণ?

ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পাথরপ্রতিমা থানা।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 1:18 pm

Cooch Behar |জেলা শাসকের দপ্তরে বৈঠক, চর্চায় স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা

কোচবিহার: বহু স্বাস্থ্যকেন্দ্রে সীমানা প্রাচীর, পর্যাপ্ত আলোর সমস্যা রয়েছে। মহকুমা হাসপাতালগুলিতে সিসিটিভি থাকলেও তা পর্যাপ্ত নয়। জেলার মেডিকেল কলেজ ও হাসপাতালে অনেক সিসিটিভি ক্যামেরা বসানো থাকলেও থ্রেট কালচার নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ উঠছে। এবার সেদিকে নজর দিল জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর। মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিরাপত্তা সংক্রান্ত কোনও খামতি রয়েছে কি না, তা নিয়ে […] The post Cooch Behar | জেলা শাসকের দপ্তরে বৈঠক, চর্চায় স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 1:17 pm

যশরাজ ফিল্মসের নতুন অ্যাকশন ড্রামায় ঐশ্বরী ঠাকরে! কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

এবার অহন পাণ্ডে ও শর্বরী ওয়াঘের সঙ্গে নাকি একই ছবিতে দেখা যাবে ঐশ্বরীকে।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 1:03 pm

5 Winter Animals: এই ৫ বিরল প্রাণী, দেখা মেলে শুধু শীতেই!

5 Winter Animals: শীতের সময়টা শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাণীকুলের আচরণেও বিশাল পরিবর্তন আসে। বরফে ঢেকে যাওয়া টুন্ড্রা, জমাটবাঁধা নদী, কুয়াশার চাদরে মোড়া পাহাড়—সব মিলিয়ে শীত এমন এক পরিবেশ তৈরি করে, যেখানে কিছু প্রাণীকে শুধুমাত্র এই মরশুমেই দেখা যায়। গরমের দিনে এদের পাওয়া যায় না বা পাওয়া গেলেও চেহারা, আচরণ এবং বাসস্থান সম্পূর্ণ ভিন্ন থাকে। তাই শীতকাল হল এমন কিছু বিরল প্রাণী দেখার সেরা সময়, যাদের উপস্থিতি প্রকৃতির রহস্যকে আরও জটিল করে তোলে। স্লোয়ি আউল শীতের এই বিশেষ সময়টায় উত্তর আমেরিকা, আর্কটিক অঞ্চল, ইউরোপের কিছু জায়গা এবং এমনকী ভারতের নির্দিষ্ট অংশেও দেখা মেলে কয়েকটি অনন্য প্রাণীর। এদের অনেকে শীতে দক্ষিণে নেমে আসে, কেউ আবার বরফে জন্ম নেয়, কেউ পাহাড় থেকে নীচে নেমে আসে খাদ্যের সন্ধানে। এর ফলে শীত হল এমন কিছু প্রাণীর দর্শনের একমাত্র সুযোগ। এই তালিকার প্রথমেই রয়েছে কিংবদন্তি স্লোয়ি আউল (Snowy Owl)। আর্কটিক টুন্ড্রার বাসিন্দা এই সাদারঙের পাখি সাধারণত উত্তর গোলার্ধের সবচেয়ে ঠান্ডা জায়গাতেই থাকে। কিন্তু শীতে যখন খাদ্যের অভাব দেখা দেয়, তখন তারা দক্ষিণ দিকে পাড়ি জমায়—ফলে উত্তর আমেরিকা, কানাডা এবং কখনও ইউরোপেও দেখা যায় এই অসাধারণ পাখিটিকে। তুষারের মত সাদা রং, বিশাল ডানা আর বুদ্ধিদীপ্ত চোখ স্লোয়ি আউল (Snowy Owl)–কে করে তোলে শীতের এক অনন্য বার্তাবাহক। আরও পড়ুন- মূলা খেলে গ্যাস হয়? কীভাবে খেলে হবে না, জেনে নিন আচার্য বালকৃষ্ণর থেকে আর্কটিক ফক্স তালিকায় এরপরেই আসে আর্কটিক ফক্স (Arctic Fox)-এর নাম। শীতে এই প্রাণীটির রূপান্তর সত্যিই বিস্ময়কর। গরমের দিনে যাদের লোম বাদামি বা ধূসর থাকে, শীত এলেই তারা হয়ে ওঠে বরফের মতো সাদা। এই পরিবর্তন কেবল সৌন্দর্যের জন্য নয়, তাদের টিকে থাকারও কৌশল। সাদা রং তাদের বরফের মাঝে অদৃশ্য করে তোলে, শিকার করা ও শিকারির হাত থেকে লুকিয়ে থাকার সুযোগ বাড়ায়। শীতের মাঠ-প্রান্তরে তাদের ছুটে বেড়ানো প্রকৃতিকে আরও রহস্যময় করে তোলে। হার্প সিল শীতের বাতাসে আরেকটি অনন্য দৃশ্য হলো হার্প সিল বাচ্চাদের দেখা। আর্কটিক এবং উত্তর আটলান্টিকের বরফে শীতের সময়ই জন্ম নেয় এরা। জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ থাকে তুলোর মতো নরম সাদা লোমে মোড়া। ঠিক এই সময়ই এদের দেখা যায় সবচেয়ে বেশি। কয়েক সপ্তাহ পর এই সাদা লোম ঝরে যায়, তাই শীত ছাড়া বছরের অন্য সময়ে এদের এই রূপে দেখা অসম্ভব। প্রকৃতির এই ক্ষণস্থায়ী সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে পৃথিবীর নানা জায়গা থেকে ফটোগ্রাফাররা শীতে আর্কটিক অঞ্চলে ছুটে যান। আরও পড়ুন- ডাকহরকরা থেকে তিন কন্যা, প্রতিটি চরিত্রে অনন্য, তবুও কেন আত্মহত্যার কথা ভেবেছিলেন কালী ব্যানার্জি? সাইবেরিয়ান ক্রেন এবার আসা যাক পৃথিবীর অন্যতম বিরল পাখি সাইবেরিয়ান ক্রেন (Siberian Crane)–এর কথায়। হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এই অসাধারণ প্রজাতিটি শীতে চলে আসে ভারত ও চীনের নির্দিষ্ট জায়গায়। ভারতের রাজস্থানের কেওলাদেও ন্যাশনাল পার্ক হল এদের অন্যতম শীতকালীন আশ্রয়স্থল। বরফে ঢেকে থাকা সাইবেরিয়া থেকে উড়ে এসে ভারতের তুলনামূলক উষ্ণ পরিবেশে শীত কাটিয়ে আবার বসন্তে ফিরে যায় তারা। এই পাখির আগমন প্রতিবছর প্রকৃতিপ্রেমীদের কাছে এক বিশেষ উৎসব হয়ে ওঠে। আরও পড়ুন- শীতকালে শরীর গরম রাখবে এই দেশি খাবার, একবার বানালেই চলবে গোটা মাস! পাহাড়ি রেড ফক্স আর হিমালয়ের বুকে দেখা মেলে পাহাড়ি রেড ফক্স (Red Fox)–এর। শীত এলে এরা উঁচু পাহাড়ি এলাকা থেকে নীচু উপত্যকায় নেমে আসে। তখন তুলনামূলক কম তুষার, বেশি খাবার এবং মানুষের বাসযোগ্য উপত্যকায় (ভ্যালিতে) তাদের উপস্থিতি দেখা যায়। বছরের বাকি সময়ে এরা সাধারণত অনেক ওপরে থাকে, ফলে শীত হল তাদের দেখার সেরা সময়। সব মিলিয়ে শীতকাল প্রকৃতির এক আলাদা জগৎ খুলে দেয়। মানুষের চোখে অদৃশ্য থাকা বহু প্রাণী তখন দৃশ্যমান হয়ে ওঠে। এই পাঁচটি প্রাণী—স্নোয়ি আউল (Snowy Owl), আর্কটিক ফক্স (Arctic Fox), হার্প সিল (Harp Seal Pup), সাইবেরিয়ান ক্রেন (Siberian Crane) এবং রেড ফক্স (Red Fox) —শীতের রূপকথাকে বাস্তবে রূপ দেয়। যাঁরা প্রকৃতি ভালোবাসেন, বন্যপ্রাণী ভালোবাসেন- তাঁদের কাছে শীতকালে এই বিরল প্রাণীগুলোর দেখা পাওয়াই হয়ে ওঠে সবচেয়ে বড় উপহার।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 12:59 pm

বর্ধমান মেডিক্যালে ফের রক্ত ‘বিভ্রাট’, এক রোগীর বরাদ্দ রক্ত পেলেন অন্য মহিলা!

নার্সিং সুপারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি তৈরি করেছেন হাসপাতালের সুপার।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 12:58 pm

গেরগান্ডা ব্রিজে ফাটল, উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা

ভারী যানবাহন চলাচল বন্ধ করেছে প্রশাসন।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 12:56 pm

ভারতীয় দল আদৌ তৈরি? গুয়াহাটি টেস্টের আগে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ক্রিকেটার

আর কী বলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার?

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 12:52 pm

রোগী মৃত্যুতেও টনক নড়ল না, রাজ্যের নামি মেডিকেল কলেজে ভয়ঙ্কর কাণ্ড, রোগীর সঙ্গে যা ঘটল, জানলে চমকে যাবেন

রোগী মৃত্যুর পরেও যেন হুঁশ ফেরে নি। ফের ভুল রোগীর হাতে রক্ত, ইউএসজি, ইসিজির রিকুইজিশন। তা নিয়ে আবারও প্রশ্নের মুখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা। কয়েকদিন আগেই ভুল করে একজন রোগীর রক্ত অন্য রোগীকে দিয়ে দেওয়ার অভিযোগে মৃত্যুর ঘটনা সামনে আসে। তার রেশ কাটতে না কাটতেই ফের বুধবার একই রকম গাফিলতির ঘটনা সামনে এল। একজন রোগীর রক্ত, ইউএসজি ও ইসিজির রিকুইজিশনের কাগজ অন্য রোগীর আত্মীয়ের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে এইচসিসিইউ (১) বিভাগে। অভিযোগ, পূর্ব বর্ধমানের জামালপুরের পারাতলের দোলন মালিক, যিনি হাই সুগার, বমি ও পেটে ব্যথা নিয়ে ভর্তি ছিলেন ৫ নম্বর বেডে, তাঁর পরিবারের হাতে ভুল করে রিকুইজিশন ধরিয়ে দেয় হাসপাতাল বিভাগ। পরিবারটি সেই রিকুইজিশন নিয়েই ব্লাডব্যাঙ্কে জমা দেন, কিন্তু তা ডোনার না থাকায় গ্রহণ হয়নি। অন্যদিকে, একই ওয়ার্ডে ৭ নম্বর বেডে ভর্তি গলসীর উচ্চগ্রামের পুতুল বাগ, যিনি কিডনি সমস্যায় চিকিৎসাধীন, তাঁর নামে ইসিজি ও ইউএসজির রিকুইজিশন চলে যায় দোলন মালিকের পরিবারের হাতে। সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা। সবচেয়ে উদ্বেগজনক বিষয়—দোলন মালিকের পরিবার ব্লাডব্যাঙ্কে যে রক্তের রিকুইজিশন জমা দিয়েছিলেন, সেটিও ছিল পুতুল বাগের নামে। পরিবারের দাবি, বিষয়টি জানানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুতুল বাগের নামে থাকা কাগজপত্রগুলো ফিরিয়ে নেয় এবং জানায়, “আপনাদের রোগীর রক্ত লাগবে না।” কয়েকদিন আগেই ভুল রক্ত দেওয়ার ঘটনায় একজন রোগীর মৃত্যু হওয়ায় হাসপাতালের গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল। তার মধ্যেই ফের রিকুইজিশন ভুল হাতে যাওয়ার ঘটনায় রোগী পরিষেবার নিরাপত্তা ও দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। রোগীর পরিবার দাবি করেছে,এমন ভুল যাতে আর না ঘটে, সেই ব্যবস্থা নিতে হবে অবিলম্বে। এই বিষয়ে হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, 'এমন কোন অভিযোগ পাই নি।তবে খোঁজ নিয়ে দেখছি'। আরও পড়ুন- এক ধাক্কায় কতটা বাড়ল সোনার দাম? শুনে চমকে যাবেন বিরাট কাজের চাপ, ভয়ঙ্কর পরিণতি BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে কোনঠাসা কমিশন দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার কেন গান্ধী ময়দানেই শপথ নীতীশের? এর ইতিহাস জানলে চমকে যাবেন জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার পথে নীতীশ কুমার, মোদীর উপস্থিতিতে আজই দশমবারের জন্য শপথ

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 12:51 pm

Coriander Leaves: ফ্রিজে রাখার পরেও ধনে পাতা হলুদ হয়ে যায়? কোথায় ভুল হচ্ছে, জেনে নিন

বাজার থেকে এক গোছা ধনে পাতা কিনে আনার পর দু-এক দিনেই তা শুকিয়ে যায় বা হলদে হয়ে নেতিয়ে পড়ে। রোজ বাজার যাওয়াটা ঝামেলার মনে হলে, এই সমস্যা সমাধানের কিছু সহজ উপায় রয়েছে। কিছু ঘরোয়া কৌশল মেনে চললেই ধনে পাতাকে আপনি প্রায় এক সপ্তাহ পর্যন্ত সতেজ রাখতে পারবেন।

টিভি 9 বাংলা 20 Nov 2025 12:49 pm

ATM Robbery |এটিএম লুটে গ্রেপ্তার মাস্টারমাইন্ড, হরিয়ানা ও রাজস্থানে ডেরা আফজলের

শুভদীপ শর্মা, লাটাগুড়ি: ময়নাগুড়ির বৌলবাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএম লুটের (ATM Robbery) ঘটনায় মূল অভিযুক্ত আফজল খানকে রাজস্থান থেকে ময়নাগুড়িতে নিয়ে এল পুলিশ। দেশের বিভিন্ন রাজ্যে একাধিক এটিএম লুট ও ব্যাংক ডাকাতির ঘটনায় অভিযুক্ত আফজল। গত অক্টোবরে তাঁকে রাজস্থানের আলোয়াড় থেকে গ্রেপ্তার করে কিষানগড় থানার পুলিশ। এতদিন কিষানগড় সাব-জেলে বন্দি ছিলেন আফজল। বুধবার আদালতে তোলা […] The post ATM Robbery | এটিএম লুটে গ্রেপ্তার মাস্টারমাইন্ড, হরিয়ানা ও রাজস্থানে ডেরা আফজলের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 12:45 pm

পিকে’র চ্যালেঞ্জ

রাজনীতি সবসময়ই সম্ভাবনার শিল্প। বিহারে সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে ভোট কুশলী প্রশান্ত কিশোরের (পিকে) দল জন সুরাজ পার্টিকে ঘিরে কৌতূহল ছিল। নরেন্দ্র মোদি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, পিকে’র পরামর্শে ক্ষমতায় আসীন হয়েছেন অনেকে। পরামর্শ দিয়ে অন্যকে সাফল্যের মুখ দেখালেও নিজের দলের বেলায় পুরোপুরি ব্যর্থ হলেন তিনি। নিরঙ্কুশ এনডিএ’র দাপটে আরজেডি, কংগ্রেস, বামেদের সঙ্গে উড়ে গিয়েছে পিকে’র দলও। […] The post পিকে’র চ্যালেঞ্জ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 12:39 pm

সবুজের মাঝে বিষকাঁটা লুকিয়ে

অরবিন্দ ঘোষ একথা সত্যি, দৈনন্দিন জীবনে প্লাস্টিক আজকের বিশ্বকে বদলে দিয়েছে। বাড়ি থেকে অফিস, প্লাস্টিকের ব্যবহার কোথায় নেই? দরিদ্র থেকে ধনী, ড্রাইভার থেকে ডাক্তার— কেই বা প্লাস্টিক ব্যবহার করেন না? স্কুলের মাঠ থেকে খেলার মাঠ, পুকুরপাড় হতে নদীমোহনা ও সমুদ্রতল— কোথায় নেই প্লাস্টিক বর্জ্য? এক কথায়, ‘জমছে প্লাস্টিক, বাড়ছে বিপন্নতা’ সত্যিই এক জৈব-যন্ত্রণা। বর্তমানে […] The post সবুজের মাঝে বিষকাঁটা লুকিয়ে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 12:35 pm

আইএসএল বিড নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের, নিশানায় সেই ফেডারেশন?

আইএসএলের যারা বাণিজ্যিক অংশীদার হবে, তারা যেন গভর্নিং কাউন্সিলে সমান প্রতিনিধিত্ব পায় এবং কার্যকর শাসন ব্যবস্থা গড়ে ওঠে, সেটা দেখতে হবে।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 12:32 pm

এই সব অনলাইন প্ল্যাটফর্মকে মার্ক করল RBI, আপনার বিনিয়োগ রয়েছে নাকি?

Reserve Bank Of India, Forex Trading: তালিকাভুক্ত সংস্থাগুলো অবৈধ ভাবে ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রা ট্রেডিং করে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে এই প্ল্যাটফর্মে ট্রেডিং করলে আর্থিক ক্ষতির পাশাপাশি আইনি শাস্তির মুখেও পড়তে পারে ব্যবহারকারী।

টিভি 9 বাংলা 20 Nov 2025 12:32 pm

Gold Price Today:এক ধাক্কায় কতটা বাড়ল সোনার দাম? শুনে চমকে যাবেন

Gold Price Today: চলছে বিয়ের মরশুম। বেশ কিছুদিন সোনার দাম কমার পর ফের বৃহস্পতিবার, ২০ নভেম্বর সোনার দাম অনেকটাই বেড়েছে। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম সোনার দাম জানলে চমকে যাবেন। রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,২৫,০২০ টাকায় পৌঁছেছে। দেশের অন্যান্য শহরেও সোনার দাম বেড়েছে। বর্তমানে মুম্বই, চেন্নাই এবং কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ১১৪৬৪০ টাকা, যেখানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ১২৪৮৭০ টাকা। পুনে এবং বেঙ্গালুরুতে দাম এই দুটি শহরে, ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১২৪৮৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১১৪৪৬০ টাকা। রূপার দাম সোনার মতো, রূপার দামও বাড়ছে। ২০শে নভেম্বর, রূপা প্রতি কেজি ১৬৮,১০০ টাকায় লেনদেন হয়। বিদেশী বাজারে রূপার স্পট মূল্য প্রতি আউন্স ৫২.২৬ ডলারে পৌঁছেছে। এক নজরে দেখে নেওয়া যাক দেশের বড় শহরে সোনার দাম দিল্লিতে সোনার দাম দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,২৫০২০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১১৪৮০০ টাকা। মুম্বইতে সোনার দাম মুম্বাইতে, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১১৪৬৪০ টাকা, যেখানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১২৪৮৭০ টাকা। চেন্নাইতে সোনার দাম চেন্নাইতে, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১১৪৬৪০ টাকা, যেখানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১২৪৮৭০ টাকা। কলকাতায় সোনার দাম কলকাতায়, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১১৪৬৪০ টাকা, যেখানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১২৪৮৭০ টাকা। পুনেতে সোনার দাম পুনেতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১২৪,৮৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১১৪,৪৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেঙ্গালুরুতে সোনার দাম বেঙ্গালুরুতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১২৪,৮৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১১৪,৪৬০ টাকা। হায়দ্রাবাদে সোনার দাম হায়দ্রাবাদে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১২৪,৮৭০ টাকায় এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১১৪,৪৬০ টাকায় লেনদেন হচ্ছে। জয়পুরে সোনার দাম জয়পুরে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১২৫,০২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১১৪,৬১০ টাকা। ভোপালে সোনার দাম ভোপালে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১২৪৯২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে১১৪৫১০ টাকা। লখনউতে সোনার দাম লখনউতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১২৫০২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১১৪৬১০ টাকা। চণ্ডীগড়ে সোনার দাম চণ্ডীগড়ে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১২৫০২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১১৪৬১০ টাকা। আরও পড়ুন- বিরাট কাজের চাপ, ভয়ঙ্কর পরিণতি BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে কোনঠাসা কমিশন দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার কেন গান্ধী ময়দানেই শপথ নীতীশের? এর ইতিহাস জানলে চমকে যাবেন জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার পথে নীতীশ কুমার, মোদীর উপস্থিতিতে আজই দশমবারের জন্য শপথ

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 12:30 pm

পুলিশকে দেখেই পালানোর চেষ্টা বাইক আরোহীর! শিলিগুড়িতে উদ্ধার ৩০ লক্ষ টাকা, জঙ্গি যোগ?

ধৃতের বাড়ি উত্তরপ্রদেশে বলে জানা যাচ্ছে।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 12:27 pm

Jeetu Kamal-Nabanita Das: 'ওঁর বিষয়ে আর কিছু...', 'চিরদিনই তুমি যে আমার' বিতর্কে নায়ক পরিবর্তন প্রসঙ্গে প্রাক্তন স্ত্রী নবনীতা

Chirodini Tumi Je Amar: দীর্ঘদিন পর ধারাবাহিকে ফিরেছিলেন জীতু কমল ও দিতিপ্রিয়া রায়। অন স্ক্রিন কেমেস্ট্রি মেগার দর্শকের মনে দাগ কেটেছে। টিআরপি তায়িকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে চিরদিনই তুমি যে আমার। বেঙ্গল টপারের তকমাও ছিনিয়ে নিয়েছে টেলিভিশনের এই নতুন জুটি। সিরিয়ালের জনপ্রিয়তা যখন আকাশছোঁয়া ঠিক তখনই বজ্রাঘাত! জীতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে শট দিতে নারাজ দিতিপ্রিয়া। তাঁর এই সিদ্ধান্ত ঘিরেই তুলকালাম। অবশেষে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন জীতু কমল। অতীতে যাঁদের সঙ্গে টেলিভিশনে কাজ করেছেন তাঁদের সঙ্গেও কোনও সমস্যায় জড়িয়েছিলেন পর্দার আর্য? 'চিরদিনই তুমি যে আমার' বন্ধ নিয়ে চর্চার মাঝে স্মৃতিভ্রষ্ঠ আর্য! অপুর সঙ্গে সময় কাটাতেই যা ঘটল... সেই বিষয়ে খোঁজ নিতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল 'অর্ধাঙ্গিনী' ধারাবাহিকের সহ অভিনেত্রী ও জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের সঙ্গে। মিলন তিথি-র ঊষসী রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ বলেন, এই বিষয়ে কোনও কথা বলতে চান না বরং, টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের প্রস্তুতিতে মনোনিবেশ করতে চান। অন্যদিকে নবনীতাও খুব বেশি কিছু বলতে চাননি। তাঁর বক্তব্য, 'আমি শহরের বাইরে ছিলাম। গতকাল রাতেই ফিরেছি। তাছাড়া আমি জীতু সম্পর্কে কোনও কথা বলতে চাই না।' আরও পড়ুন সিনেমা-সিরিজের থেকে এখনও পর্যন্ত সিরিয়ালের 'রিচ'-'সিকিওরিটি' অনেক বেশি : ঊষসী আরও যোগ করেন, 'আমি কারও বিষয়ে কোনও মন্তব্য করা পছন্দ করি না। আমাদের মধ্যে এখন কোনও সম্পর্কও নেই। জীতুর জীবনে কিছু ঘটলে সেখানে আমার মন্তব্য করাও উচিত নয়। শুধু এটুকু বলতে পারি যা হচ্ছে সেটা ভাল হচ্ছে না খারাপ সেই বিষয়ে মত পেশ করার জন্য আমি গুরুত্বপূর্ণ কেউ নই।' প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতেও জীতু-দিতিপ্রিয়ার মধ্যে তুমুল অশান্তি হয়, অন্দরের কেচ্ছা প্রকাশ্যে আসতেই তুমুল চর্চা হয়েছিল। আরও পড়ুন শুটিংয়ের মাঝে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে জীতু, 'আর্য'-র জন্য উদ্বিগ্ন 'অপর্ণা' দিতিপ্রিয়া নিজেদের মধ্যে মিটমিট করে ফের কাজ শুরু করতেই ঝামেলা। সোশ্যাল মিডিয়াও দ্বিবিভক্ত। একপক্ষ দিতিপ্রিয়াকে খোঁচা মেরে আপত্তিকর মন্তব্য করছে আর একদল জীতুর প্রতি সহানুভূতি দেখাচ্ছে। আর্যর জুতোয় কে পা গলাবেন সেই নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে চর্চা তুঙ্গে। রণজয় বিষ্ণুকে নিয়ে জল্পনা শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর কাছে এমন কোনও খবর নেই। আরও পড়ুন 'আমাকে দেখলে ওঁর ভাল লাগবে কিনা...', জীতুর অসুস্থতা প্রসঙ্গে কী বলছেন প্রাক্তন স্ত্রী নবনীতা?

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 12:26 pm

আদিবাসী জননেতাদের দলবদলু কথা

কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য দলবদল এখন ভোট-রাজনীতির বাজারে জলভাত। গ্রাম থেকে শহরে দলবদলুর ছড়াছড়ি। তরাই-ডুয়ার্সের চা বাগানঘেরা আদিবাসী বলয়েও এটা আর নতুন কিছু নয়। সম্ভবত আদিবাসীরাও এটা মেনেই নিয়েছেন। কিন্তু, কুমারগ্রামের বিধায়ক বিজেপির মনোজ ওরাওঁ ছাড়া তরাই-ডুয়ার্সের বাকি দলবদলু আদিবাসী জননেতা-নেত্রীরা কি ভালো আছেন? আরএসপি থেকে দল বদল করে বিজেপিতে এলেও মনোজবাবু এখনও বিধায়কের পদে আছেন। […] The post আদিবাসী জননেতাদের দলবদলু কথা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 12:24 pm

Bengal SIR: বিরাট কাজের চাপ, ভয়ঙ্কর পরিণতি BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে কোনঠাসা কমিশন

Bengal SIR: বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) চলাকালীন আবারও এক বিএলও-র গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা সামনে এল। বুধবার সন্ধ্যায় হুগলির কোন্নগরের ২৭৯ নম্বর বুথে ডিউটির সময় সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন ৬০ বছর বয়সী বিএলও তপতী বিশ্বাস। দিনের শুরুতেই জলপাইগুড়ির মালবাজার এলাকায় এক মহিলা বিএলও আত্মঘাতী হওয়ার ঘটনার পর আবারও এই ঘটনার জেরে রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। উভয় পরিবারের দাবি, অসহনীয় কাজের চাপই এই পরিস্থিতির জন্য দায়ী। আরও পড়ুন- কাজের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী মহিলা বিএলও? SIR বন্ধের দাবি ক্ষুব্ধ মমতার তপতী বিশ্বাস পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং বর্তমানে SIR-এর কাজে নিযুক্ত ছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কোন্নগর মাতৃসদন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্বামী প্রবীর বিশ্বাস জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অতিরিক্ত কাজের চাপ নিয়ে স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ও রাতে ঘুমোতে পারত না। বলত, যদি কাজ মাঝপথে ছেড়ে দেয়, তাহলে নাকি গ্রেফতার করা হতে পারে এবং অঙ্গনওয়াড়ির চাকরিটাও চলে যাবে,। চিকিৎসক সঞ্জয় শি জানিয়েছেন, তপতীর রক্তে শর্করা ও রক্তচাপ অত্যন্ত বেশি ছিল এবং সময়মতো চিকিৎসা না করার কারণেই তার সেরিব্রাল অ্যাটাক হয়েছে। যার কারণে তাঁর বা হাত বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান। আরও পড়ুন- জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার পথে নীতীশ কুমার, মোদীর উপস্থিতিতে আজই দশমবারের জন্য শপথ এর আগে, বুধবার সকালে জলপাইগুড়ির মালবাজারে এক আদিবাসী মহিলা বিএলও আত্মঘাতী হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন। তিনি জানান, SIR শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৮ জন প্রাণ হারিয়েছেন—কেউ ভয় ও অনিশ্চয়তায়, আবার কেউ অতিরিক্ত চাপের কারণে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “যে প্রক্রিয়া আগে তিন বছর ধরে চলত, সেটি এখন মাত্র দুই মাসে করার চেষ্টা করছে কমিশন। নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে কমিশন এই কাজ করছে। যার ফলে অমানবিক কাজের চাপ পড়েছে BLO-দের উপর।” অন্যদিকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, SIR-এর সঙ্গে এই মৃত্যুর ঘটনাগুলোর কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, “বিহারে SIR হয়েছে, আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে। কোথাও কেউ মারা যায়নি, শুধু বাংলায় হচ্ছে।” জলপাইগুড়ির আত্মহত্যার ঘটনার রিপোর্ট জেলা প্রশাসনের কাছে চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তবে কোন্নগরের ঘটনার বিষয়ে বুধবার রাত পর্যন্ত কোনও মন্তব্য করেনি CEO-র দফতর। আরও পড়ুন- দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার বর্তমানে রাজ্যের প্রায় ৮০,৬৮১ জন BLO প্রায় একই সংখ্যক বুথে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের কাজ করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে হবে এবং প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। ২০২৬ সালের মার্চ–এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 12:15 pm

Supreme Court |অনিশ্চয়তায় আইএসেএল, ফেডারেশনকে দায়ী করল সুপ্রিম কোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) যদি লোভ না কমায়, তাহলে আইএসএল (ISL) আয়োজনে কোনও সংস্থাই এগিয়ে আসবে না। কার্যত এভাবে ফুটবল ফেডারেশনকে কটাক্ষ করল সুপ্রিম কোর্ট (Supreme Court) নিযুক্ত কমিটি। তাদের মতে, ফেডারেশন আগামী ১৫ বছরের জন্য আইএসএল বিক্রি করতে চেয়ে যে দরপত্র আহ্বান করেছিল, তাতে একটিও বিড জমা […] The post Supreme Court | অনিশ্চয়তায় আইএসেএল, ফেডারেশনকে দায়ী করল সুপ্রিম কোর্ট appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 12:10 pm

যোগীরাজ্য ডিজিটাল জালিয়াতির আঁতুড়ঘর? পরপর গ্রেপ্তারিতে উঠছে প্রশ্ন

জালিয়াতদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 12:07 pm

শততম টেস্টে শতরান, ইতিহাস গড়লেন বাংলাদেশের মুশফিক

টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে একাদশ ক্রিকেটার হিসাবে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 12:02 pm

BLO |এসআইআর সংক্রান্ত কাজের চাপ! ফর্ম বিলির সময় সেরিব্রাল স্ট্রোক বিএলও-র, ভর্তি হাসপাতালে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার এনুমারেশন ফর্ম (Enumeration form) বিলি করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বিএলও (BLO)। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। ফর্ম বিলি করার সময় রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যান বিএলও তপতী বিশ্বাস। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি (Cerebral attack)। পরিবারের অভিযোগ, এসআইআর (SIR) সংক্রান্ত কাজের চাপেই […] The post BLO | এসআইআর সংক্রান্ত কাজের চাপ! ফর্ম বিলির সময় সেরিব্রাল স্ট্রোক বিএলও-র, ভর্তি হাসপাতালে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 12:01 pm

Nitish Kumar Takes Oath: দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের

Nitish Kumar Takes Oath: শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা।

টিভি 9 বাংলা 20 Nov 2025 11:59 am

মেয়র নির্বাচনের পরে প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক মামদানির, শুক্রবার মুখোমুখি দুই যুযুধান!

জয়ের পরে ট্রাম্পকে পালটা কটাক্ষ করেন নিউ ইয়র্কের হবু মেয়র।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 11:50 am

একেই বলে পেশাদার! প্রযোজকের খরচ কমাতে এই পদক্ষেপ আমির-সলমনের, মুগ্ধ বলিউড

কীভাবে 'স্টার ট্যানট্রাম' বর্জিত জীবন কাটান তাঁরা? এবার প্রকাশ্যে এল সেই কথাই।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 11:47 am

দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতীশ, মন্ত্রিসভায় ‘ক্ষমতা’বেশি বিজেপিরই

পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নেন নীতীশ।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 11:42 am

Nitish Kumar Takes Oath |দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। বৃহস্পতিবার নীতীশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শপথগ্রহণের পর মঞ্চে নীতীশকে শুভেচ্ছা জানান মোদি। The post Nitish Kumar Takes Oath | দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 11:42 am

Raiganj: হঠাৎই ঘুরে গেল মাথা, কাজের চাপে অসুস্থ BLO

অসুস্থ ব্যক্তির নাম কৃষ্ণপদ সরকার। তিনি রায়গঞ্জ দক্ষিণ চক্রের গোয়ালদহ এফপি স্কুলের শিক্ষক। স্থানীয় কশবা মাহাশো এলাকার ২০৬ নম্বর বুথের BLO ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে দায়িত্বের চাপ সহ্য করতে পারছিলেন না কৃষ্ণপদবাবু। বিষয়টি তিনি পরিবারের পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন।

টিভি 9 বাংলা 20 Nov 2025 11:40 am

Personal Loan: আপনার লোনের EMI বেশি হবে নাকি কম, যে সব ‘গোপন’ শর্তের উপর নির্ভর করে!

Conditions Of Loan and EMI: যে কোনও লোন আপনার ক্রেডিট হিস্ট্রি বা অর্থনৈতিক সিদ্ধান্তের উপর বিরাট প্রভাব ফেলতে পারে। ফলে, যে কোনও লোন নেওয়ার আগে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে। বিশেষত, সুদের হার, প্রসেসিং ফি, আপনার নিজের ক্রেডিট প্রোফাইল ও ঋণের যোগ্যতার মতো বিষয়গুলি খুঁটিয়ে দেখা অত্যন্ত জরুরি।

টিভি 9 বাংলা 20 Nov 2025 11:40 am

Selling Weapons |ভারতকে ৯.৩ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে আমেরিকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতকে (INDIA) প্রায় ৯.৩ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮২৫ কোটি টাকা)-এর অস্ত্র বিক্রি করবে আমেরিকা (America)। এজন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তরফে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গিয়েছে। এর ফলে ভারতীয় সেনার হাতে এবার আসবে আমেরিকার ট্যাঙ্ক প্রতিরোধী জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক কামান। বুধবার আমেরিকা যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (DSCA) মার্কিন কংগ্রেসকে এই […] The post Selling Weapons | ভারতকে ৯.৩ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে আমেরিকা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 11:26 am

ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য, চ্যাম্পিয়নদের রুখে দিলেই আজ শেষ আটে ইস্টবেঙ্গল

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে লাল-হলুদের সামনে ইউহান জিয়াংদার বিরুদ্ধে।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 11:12 am

Aishwarya Rai Bachchan: নরেন্দ্র মোদীর সামনে বড় কথা ঐশ্বর্যর! নমোকে ইঙ্গিত করে কী বললেন তিনি?

ধর্মীয় নেতা সত্য সাই বাবার শতজন্মবার্ষিকী উপলক্ষে অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থীতে আয়োজিত মহাধর্মীয় অনুষ্ঠানে অংশ নিলেন তাঁর অগণিত ভক্ত ও অনুসারী। বিশাল এই উদযাপনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঐশ্বর্য, যেখানে তিনি মানবতা এবং ভালোবাসার বার্তা তুলে ধরেন। ঐশ্বর্য রাই বলেন, একটাই জাতি-মানবতার জাতি। একটাই ধর্ম-ভালোবাসার ধর্ম। একটাই ভাষা-হৃদয়ের ভাষা। আর একটাই ঈশ্বর-যিনি সর্বত্র বিরাজমান। তিনি স্বীকার করেন, যে সত্য সাই বাবার শিক্ষার প্রভাব, আজও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের মনে অটুটভাবে রয়েছে। তিনি আবেগভরে বলেন, ভগবান শ্রী সত্য সাই বাবার জন্মের শত বছর পরেও তাঁর নীতি, আদর্শ এবং করুণার প্রতিধ্বনি আজও আমাদের হৃদয়ে অম্লান। এই ঐতিহাসিক মুহূর্তে আমার হৃদয় গভীর ভক্তি ও কৃতজ্ঞতায় পূর্ণ। Alia Bhatt-‘Dining With The Kapoors’: ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এ নেই আলিয়া ভাট! বাড়ির বউকে নিয়ে জোরাল জল্পনা এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতের মিস ওয়ার্ল্ড। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই পবিত্র অনুষ্ঠানে যোগদানের জন্য। সত্যিই আপনার অনুপ্রেরণামূলক বক্তব্য শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আপনার উপস্থিতি এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। স্বামীজি বলতেন- সত্যিকারের নেতৃত্ব মানে সেবা, আর মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা।” Ram Charan-Upasana: 'ডিম্বাণু সংরক্ষণ মেয়েদের কাছে বীমা', রাম চরণের স্ত্রী উপাসনার মন্তব্যে জোরাল বিতর্ক! অভিনেত্রী আরও বলেন যে সত্য সাই বাবার দেওয়া পাঁচটি মূল্যবোধ তিনি জীবনের অংশ হিসেবে মানেন- শৃঙ্খলা, নিষ্ঠা, সততা, দৃঢ় সংকল্প এবং সঠিক-ভুল বিচার করার ক্ষমতা। এগুলোই আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ ও উদ্দেশ্যমূলক জীবনযাপনের মূল চাবিকাঠি। উল্লেখ্য, সত্য সাই বাবা নিজেকে শিরডি সাই বাবার পুনর্জন্ম বলে দাবি করেছিলেন এবং মাত্র ১৪ বছর বয়সে গৃহত্যাগ করেন। ২০১১ সালে তাঁর মৃত্যু হলেও তাঁর ভাবধারা আজও কোটি ভক্তের জীবনে গভীরভাবে প্রভাব ফেলছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 11:10 am

Bangladeshi Pushback: বাংলাদেশিদের পুশব্যাকের খবর দেখাতেই আক্রান্ত টিভি৯ বাংলা, বুম কেড়ে নেওয়ার চেষ্টা, মারা হল ধাক্কা

সেই সময় হঠাৎ করেই সীমান্তের দিক থেকে মোটর বাইকে করে কয়েকজন আসেন। যাঁরা বিক্ষোভ করছিলেন তাঁদের উপর চড়াও হয়। টিভি ৯ বাংলার ক্যামেরাকে ধাক্কা দেয়। গালিগালাজ করা হয়। তাঁদের দাবি, টিভি ৯ বাংলা নাকি ওই সংগঠনকে নিয়ে এসেছে এখানে।

টিভি 9 বাংলা 20 Nov 2025 11:10 am

‘সরি মা…’, দিল্লিতে ‘আত্মঘাতী’দশমের পড়ুয়া, মানসিক নির্যাতনে অভিযুক্ত তিন শিক্ষক

শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেছেন মৃত ছাত্রের বাবা।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 11:08 am

হিন্দু বিবাহে কনে কেন বরের বাঁ দিকে বসেন? জানুন এর নেপথ্যে অজানা কারণটি

হিন্দু বিবাহে কনে কেন বরের বাঁ দিকে বসেন? জানুন এর নেপথ্যে অজানা কারণ। হিন্দু বিবাহের প্রতিটি আচার-অনুষ্ঠানের মতোই, কনের বরের বাম দিকে বসার রীতির পিছনেও রয়েছে গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য। বিবাহের দিন থেকে শুরু করে পরবর্তী প্রতিটি শুভ অনুষ্ঠানে স্ত্রীকে স্বামীর বাম পাশে বসানো হিন্দু শাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আরও পড়ুন- আপনার ছোট্ট শিশুটির গলায় র‍য়েছে রূপার চেন? জানেন কী হতে পারে? শাস্ত্রে স্ত্রীকে ‘বামাঙ্গী’ বলা হয়, যার অর্থ স্বামীর বাম দিকের অংশ। বিশ্বাস করা হয়, নারী ভগবান শিবের বাম দিক থেকে উদ্ভূত — যা শিবের অর্ধনারীশ্বর রূপের প্রতীক। এই কারণে বিবাহে কনেকে বরের বাম দিকে আসন দেওয়া হয়, যা শক্তি ও পুরুষতত্ত্বের একত্বের ইঙ্গিত বহন করে। আরও একটি জনপ্রিয় বিশ্বাস হলো—পুরুষের হৃদয় শরীরের বামদিকে অবস্থিত। তাই কনে বরের বাম পাশে বসলে তাকে স্বামীর হৃদয়ের নিকটতম মনে করা হয়। এই প্রতীকী সম্পর্ক দাম্পত্য জীবনে ভালোবাসা, আবেগ ও পারস্পরিক স্নেহ বাড়ায় বলে মনে করা হয়। আরও পড়ুন- শোবার ঘরে ভুলেও এই জিনিসগুলো রাখবেন না, ছড়াবে অশান্তি! হিন্দু দর্শনে বাম দিককে ভালোবাসা, কোমলতা ও গ্রহণযোগ্যতার প্রতীক হিসেবে ধরা হয়। তাই বাম পাশে কনেকে বসানো দাম্পত্য জীবনে শান্তি, সৌহার্দ্য ও বোঝাপড়া বজায় রাখার শুভ লক্ষণ হিসেবে দেখা হয়। এ ছাড়া, আরেকটি ঐতিহ্য অনুসারে দেবী লক্ষ্মী সর্বদা ভগবান বিষ্ণুর বাম দিকে অবস্থান করেন। বিবাহের সময় বরকে বিষ্ণুর এবং কনেকে লক্ষ্মীর রূপ ধরে নেওয়া হয়। তাই কনেকে বাম পাশে বসানো সমৃদ্ধি, সৌভাগ্য ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে, কনের বরের বাম পাশে বসা শুধু একটি প্রাচীন আচার নয়; বরং এটি দাম্পত্য জীবনের ভালোবাসা, সম্মান ও একাত্মতার গভীর প্রতীক। আরও পড়ুন- বিশ্বের ৬টি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন, এগুলো আজ পুরোপুরি হোটেল

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 11:02 am

Siliguri |তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ! শিলিগুড়িতে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত কাঁড়ি কাঁড়ি টাকা, গ্রেপ্তার ১

শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা (Siliguri)। বড়সড়ো সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বুধবার রাতে হাসমি চক এলাকায় এক তরুণের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় ৩০ লক্ষ টাকা। এরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃত তরুণের নাম মহম্মদ ওয়াসিম। বাড়ি উত্তরপ্রদেশে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল রাতে হাসমি চকে অভিযান চালায় শিলিগুড়ি […] The post Siliguri | তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ! শিলিগুড়িতে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত কাঁড়ি কাঁড়ি টাকা, গ্রেপ্তার ১ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 10:56 am

কেকেআরেই ফিরতে চান, সাফ জানালেন ‘বাদ পড়া’ভেঙ্কটেশ, ফাঁস নাইটদের নিলাম স্ট্র্যাটেজিও?

এ বছর নাইটরা রিটেন করেনি ভেঙ্কটেশ আইয়ারকে।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 10:48 am

মুখ দেখানোর অবস্থা ছিল না, দাঁতে সার্জারি, হেমাটোমা, এখন কেমন আছেন মোনালি?

বলিউড বা টলিউডের তারকারা অনেক সময়ে কাজের বেশি চাপ নিয়ে ফেলেন। তারপর শরীর খারাপ হয়ে যায়। এবার গায়িকা মোনালি ঠাকুর সোশ্যাল মিডিয়াতে এসেই তাঁর অসুস্থতার কথা জানালেন। মোনালি বললেন, ''বহুদিন সোশ্যাল মিডিয়াতে আসতে পারিনি। দুর্গাপুজোর সময় থেকেই শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার দাঁতের সার্জারি করতে হয়েছিল। সেই সময়ে একটা সমস্যা তৈরি হয়। হেমাটোমা হয়ে গিয়েছিল। এমন অবস্থা ছিল মুখের যে সোশ্যাল মিডিয়াতে এলে আপনারা আমাকে দেখে ভাবতেন, মারপিট করে চলে এসেছি।'' এই সময়ে ঘনঘন জ্বর আসছিল নায়িকার, সে কথা জানিয়েছেন গায়িকা-অভিনেত্রী।

টিভি 9 বাংলা 20 Nov 2025 10:44 am

পাঞ্জাবে জঞ্জাল সাফাইয়ের গাড়িতে হাসপাতাল থেকে শ্মশানে বেওয়ারিশ লাশ! রিপোর্ট তলব এসডিও-র

ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফাগওয়াড়ায়।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 10:40 am

ওটিটিতে ফের মাধুরী ‘ম্যাজিক’, ‘ধকধক গার্ল’কে দেখা যাবে এবার কোন সিরিজে?

'ফেম গেম'র হাত ধরে ওটিটি মাধ্যমে জার্নি শুরু করেছিলেন 'ধকধক গার্ল' মাধুরী দীক্ষিত।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 10:22 am

দেশ থেকে তাড়িয়ে দেবে না তো! এসআইআর ‘আতঙ্কে’রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধের

ভোটার তালিকায় নাম নেই জানার পর থেকেই আতঙ্কে ছিলেন।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 10:21 am

এবার পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন হরভজনের, ‘বোর্ডের নীতি’উপেক্ষা করে বিতর্কে আপ সাংসদ

কোথায়, কার সঙ্গে করমর্দন করলেন হরভজন?

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 10:19 am

Delhi Pollution |দিল্লির বাতাসে বিষ! ৪০০ পেরোল একিউআই, সকাল হতেই ধোঁয়াশায় ঢাকল রাজধানী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রমশই খারাপের দিকে দিল্লির বাতাসের মান (Delhi Pollution)। বৃহস্পতিবার সকালে ৪০০ ছুঁয়েছে বায়ুর গুণগত মান (Air Quality Index)। যা ‘গুরুতর’ হিসেবে রেকর্ড করা হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা সিপিসিবি জানিয়েছে, বাতাসের গতি কম থাকা এবং তাপমাত্রা হ্রাসের কারণে রাজধানীতে ক্রমাগত বিষাক্ত ধোঁয়াশা ছড়িয়ে পড়েছে। যা দূষণ সৃষ্টিকারী কণাগুলিকে আটকে রেখেছে। […] The post Delhi Pollution | দিল্লির বাতাসে বিষ! ৪০০ পেরোল একিউআই, সকাল হতেই ধোঁয়াশায় ঢাকল রাজধানী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 10:18 am

Alia Bhatt-‘Dining With The Kapoors’: ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এ নেই আলিয়া ভাট! বাড়ির বউকে নিয়ে জোরাল জল্পনা

‘ডাইনিং উইথ দ্য কাপুরস’- এর ট্রেলার প্রকাশের পর থেকেই বলিউড মহলে যেন উৎসবের আবহ। বলিউডের রাজ-পরিবার বলে পরিচিত কাপুররা যখন এক টেবিলে বসে , হাসি-ঠাট্টায় ভরা মধ্যাহ্নভোজ করেন, তখন সেই মুহূর্ত যেন দর্শকদের জন্য এক অমূল্য উপহার। এ বছর রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী, আর নেটফ্লিক্সের এই বিশেষ অনুষ্ঠানটি, সেই স্মৃতিকে আরও আলোকিত করছে- ঐতিহ্য, আবেগ আর পারিবারিক বন্ধনের নিখুঁত মেলবন্ধনে। ট্রেলারে দেখা যায়- রণবীর কাপুর, করিনা কাপুর খান, সইফ আলি খান, রণধীর কাপুর, নীতু কাপুর, রিমা জৈন, ঋদ্ধিমা কাপুর সাহনি, আরমান জৈন, আদার জৈন এবং নভ্যা নাভেলি নন্দা- সবাই একসাথে পরিবারের নানা মুহূর্ত উপভোগ করছেন। কিন্তু এই আলোকময় উপস্থিতির মাঝেই দর্শকরা খুব দ্রুত লক্ষ্য করেন একটি আসন খালি। আর সেই অনুপস্থিত মুখটি হলো- আলিয়া ভাট। Ranojoy Vishnu: জিতুর জায়গায় রণজয়? আর্যের জুতোয় পা গলাবেন অভিনেতা? ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একই প্রশ্ন ঘুরতে থাকে- “আলিয়া কোথায়? এমন গুরুত্বপূর্ণ পারিবারিক অনুষ্ঠানে কেন নেই?” সবাই যখন উপস্থিত, তখন তার খালি চেয়াটি যেন পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অবশেষে আরমান জৈন বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে রহস্যের পর্দা তুললেন। তিনি জানান- আলিয়ার আগে থেকেই শুটিংয়ের প্রতিশ্রুতি ছিল, যা পরিবর্তন করার সুযোগ ছিল না। হাসিমুখে তিনি বলেন, শুনতে সিনেমার মতো লাগতে পারে, কিন্তু রাজ কাপুর বলেছিলেন-'কাজই পূজা।' Hardik-Maheika Sharma: মালদ্বীপ থেকে মুম্বই: হার্দিক–মাহেকার সম্পর্ক নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া পরিচালক স্মৃতি মুন্ধ্রাও আরমানের কথায় সায় দিয়ে বলেন, কাপুর পরিবার কাজের প্রতি অতিরিক্ত দায়বদ্ধ। অভিনেতা-পরিচালকে ভরা এই পরিবারে কেউ কাজের কারণে, কোনও পারিবারিক অনুষ্ঠান মিস করাটা একেবারেই স্বাভাবিক। তারা সবাই কাজ ভালোবাসে। চেষ্টা থাকে যাতে সবাই একসাথে হয়, কিন্তু কোনও অনুষ্ঠানেই এক-দুজনের কাজের ব্যস্ততা থাকবেই। আরমান হাসতে হাসতে যোগ করেন, এটা তো সবসময় হয়- বড়দিন, দীপাবলি প্রত্যেক অনুষ্ঠানেই কেউ না কেউ শুটিংয়ে থাকে। যদিও আলিয়া শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি, তবে অনুষ্ঠানটির প্রচারণায় তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভালোবাসা জানাতে ভোলেননি। ২১ নভেম্বর প্রকাশিত হতে চলা 'ডাইনিং উইথ দ্য কাপুরস' দর্শকদের সামনে উন্মোচন করবে এই ঐতিহ্যময় পরিবারের অজানা হাসি, গল্প, আড্ডা এবং রাজ কাপুরের স্মৃতিতে ভরা এক নস্টালজিক জগৎ।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 10:17 am

Nitish Kumar Shapath Grahan Live: নীতীশের রাজ্যাভিষেক! গমগম করছে গান্ধী ময়দান, কিছুক্ষণেই অনুষ্ঠানস্থলে মোদী

Nitish Kumar to take Oath as Bihar CM for record 10th time on Nov 20: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-এর নিরঙ্কুশ জয়ের পর আজ ২০ নভেম্বর গঠিন হতে চলেছে নতুন সরকার। বুধবার এনডিএ-র নবনির্বাচিত বিধায়কদের এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নীতীশ কুমারকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। সভায় এনডিএ-র সকল নবনির্বাচিত বিধায়ক উপস্থিত ছিলেন। পাশাপাশি অনেক সিনিয়র নেতারাও অংশগ্রহণ করেন। নির্বাচনের পর সিনিয়র নেতারা নীতীশ কুমারকে নেতা নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানান। আরও পড়ুন- 'ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনও প্রয়োজন নেই', কেন হঠাৎ এই মন্তব্য করলেন সংঘ প্রধান মোহন ভাগবত? আরও পড়ুন- এর আগে বিজেপি ও জেডিইউ পৃথকভাবে বিধানসভা দলীয় বৈঠক করে। বিজেপির সভায় সম্রাট চৌধুরীকে নেতা এবং বিজয় কুমার সিনহাকে ডেপুটি লিডার নির্বাচিত করা হয়, আর জেডিইউর সভায় নীতীশ কুমারকে দলীয় নেতা ঘোষণা করা হয়। এর মাধ্যমে নতুন সরকারের শপথগ্রহণের পথ পরিষ্কার হয়ে যায়। আরও পড়ুন- নীতীশের সঙ্গে শপথ আরও ২০ মন্ত্রীর? উপমুখ্যমন্ত্রী পদে মহিলা মুখে বড় বাজি? ২০শে নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে নীতীশ কুমার দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন এবং হেলিকপ্টারে গান্ধী ময়দানে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। এই উপলক্ষে গান্ধী ময়দানের আশেপাশের সমস্ত স্কুল বন্ধ থাকবে। কড়া নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে গোটা এলাকা জুড়ে। শপথগ্রহণের পরে নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারে সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা যথাক্রমে উপ-মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাবেন। গত সপ্তাহে ঘোষিত ফলাফলে এনডিএ ২৪৩ আসনের মধ্যে ২০২টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ৮৯ আসন নিয়ে বিজেপি হয়ে ওঠে একক বৃহত্তম দল, আর জেডিইউ ৮৫ আসন পেয়েছে। আরও পড়ুন- কল্যাণ-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়, এবার রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের TMC সাংসদের ২০ নভেম্বর সকাল ১১:৩০ মিনিটে শপথ নেবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার পাটনায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদী। বুধবারই রাজ্যে এসেছে অমিত শাহ। বিজেপি এনডিএ-শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, জাতীয় সভাপতি এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। আরও পড়ুন- কাউন্টডাউন স্টার্ট! নীতীশের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন এই হেভিওয়েট নেতারা

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 10:17 am

ইউক্রেন যুদ্ধে কুপোকাত হয় রুশ ট্যাঙ্ক, সেই মার্কিন ‘জ্যাভলিন’এবার ভারতের হাতে, কত কোটির চুক্তি?

শুল্ক সংঘাতের আবহে আমেরিকার সঙ্গে বিরাট অঙ্কের অস্ত্র চুক্তি!

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 10:00 am

Nitish Kumar: কাউন্টডাউন স্টার্ট! নীতীশের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন এই হেভিওয়েট নেতারা

Nitish Kumar : আজ পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে নীতীশ কুমার দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সকাল ১১:৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। আরও পড়ুন- জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার পথে নীতীশ কুমার, মোদীর উপস্থিতিতে আজই দশমবারের জন্য শপথ শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে সিসিটিভি নজরদারি। শপথগ্রহণের আগের দিন নীতীশ কুমার পদত্যাগ করেন, রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের দাবি জানান। এর আগে নীতীশ কুমার সর্বসম্মতিক্রমে এনডিএ বিধায়ক দলীয় নেতা নির্বাচিত হন। আরও পড়ুন- 'কীভাবে ইন্টারভিউয়ে দাগিরা'? SSC-কে কড়া ধমক বিচারপতি অমৃতা সিনহার শুক্রবার পাটনার গান্ধী ময়দানে নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। নীতীশ কুমারের সঙ্গে দুজন উপ-মুখ্যমন্ত্রী এবং প্রায় ২০ জন মন্ত্রী শপথ নেবেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি ৮৯টি আসন এবং জেডিইউ ৮৫টি আসন জয়ী হয়েছে, যার ফলে এনডিএ নিরঙ্কুশ জয় অর্জন করেছে। আরজেডি মাত্র ২৫টি আসন পেয়েছে, কংগ্রেস ছয়টি এবং এআইএমআইএম পাঁচটি আসনে সন্তুষ্ট হয়েছে। আরও পড়ুন- বিহারে NDA ঝড়ের দাপট, 'রাজার' মত মাথা উঁচু করে শপথ নীতীশের নীতীশ কুমার যদি এই মেয়াদ সম্পূর্ণ করেন, তাহলে তিনি দেশের সবচেয়ে বেশিদিন কুর্সিতে বসা মুখ্যমন্ত্রীদের তালিকার শীর্ষস্থানের অধিকারী হবেন। বর্তমানে ভারতের দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন সিকিমের পবন কুমার চামলিং (২৪ বছর ১৬৫ দিন), ওড়িশার নবীন পট্টনায়ক (২৪ বছর ৯৯ দিন), পশ্চিমবঙ্গের জ্যোতি বসু (২৩ বছর ১৩৭ দিন) এবং অন্যান্যরা। নীতীশ কুমারের বর্তমান মেয়াদ ১৯ বছর ৯৩ দিন। আগামী পাঁচ বছর বাধাহীনভাবে কাটালে ভারতের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে তাক লাগাবেন নীতীশ কুমার। আরও পড়ুন- জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার পথে নীতীশ কুমার, মোদীর উপস্থিতিতে আজই দশমবারের জন্য শপথ

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 9:53 am

Biological War: বাড়ছে বিপদ, ভারতে বায়োলজিক্যাল হামলা হলে কোথায় সুরক্ষিত থাকবেন?

Delhi Terror Attack: সোমবার রাতে দিল্লিতে ঠিক কী করতে চাইছিল জঙ্গিরা? দেশের অন্য শহরেও আর কী, কী ঘটানোর প্ল্যান ছিল? গাড়ি বোমা বিস্ফোরণ, জৈব সন্ত্রাস, রাসায়নিক যু্দ্ধ নাকি একইসঙ্গে সবকিছু? রেসিনের মতো প্রাণঘাতী জৈব খাবারে বা জলে মিশিয়ে যদি নাশকতার চেষ্টা হয়?

টিভি 9 বাংলা 20 Nov 2025 9:52 am

রাজনৈতিক চাপে এপস্টেইন ফাইলে সই ট্রাম্পের! প্রকাশ্যে আসবে ‘সবচেয়ে বড়’যৌন কেলেঙ্কারির সত্যি?

এপস্টেইন মামলার তদন্ত সম্পর্কিত সমস্ত তথ্য ৩০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 9:45 am

২৫২ কোটির মাদক মামলায় জিজ্ঞাসাবাদ ওরিকে, কার নাম বলতে পারেন তিনি?

ইনফ্লুয়েন্সার ওরি এবার ২০২২ সালে শুরু হওয়া একটি বিশাল তদন্তের পর ফাঁস হওয়া ২৫২ কোটি টাকার মাদক মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (ANC) তাঁকে আজ সকাল ১০টায় হাজিরার জন্য সমন পাঠিয়েছে।

টিভি 9 বাংলা 20 Nov 2025 9:42 am

মাত্রাতিরিক্ত কাজের চাপ! এনুমারেশন ফর্ম বিলির সময়েই সেরিব্রাল স্ট্রোকে ‘আক্রান্ত’বিএলও

বুধবার সকালে মালবাজারে এক মহিলা বিএলও’র ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 9:38 am

গুয়াহাটি টেস্ট থেকে ছিটকেই গেলেন অধিনায়ক গিল! পরিবর্তে কে খেলবেন?

অধিনায়ককে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 9:38 am

SIR: ‘আগেকার মানুষ কি কাগজ নিয়ে এত সচেতন ছিল?’ ‘এসআইআর আতঙ্কে’ ট্রেনের সামনে বাবা ঝাঁপ দিতেই ফুঁসে উঠলেন মেয়ে

SIR In West Bengal: অশোক প্রফুল্লনগর এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। তা নিয়ে আতঙ্কে ভুগছিলেন তিনি। পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরে এই নিয়ে চিন্তায় ছিলেন! বাড়িতেও নাকি তিনি একাধিকবার বলেছিলেন, আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না।

টিভি 9 বাংলা 20 Nov 2025 9:36 am

Password Threat: পাসওয়ার্ড বসাতে গিয়ে এই ভুলেই হ্যাকাররা পেয়ে যাচ্ছে সব তথ্য! আপনিও সর্বস্বান্ত হতে পারেন…

Hacking: কমপারিটেক (Comparitech) নামে একটা ব্রিটিশ সংস্থা সারা দুনিয়ায় এবছর এখনও পর্যন্ত হ্যাক হয়ে যাওয়া ২০০ কোটি অ্যাকাউন্টের ওপর একটা সমীক্ষা চালিয়েছে। ২০০ কোটি পাসওয়ার্ড তারা খতিয়ে দেখেছে। সেখানে দেখা যাচ্ছে যে ৬৫ শতাংশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে শুধুমাত্র সহজ পাসওয়ার্ডের জন্য।

টিভি 9 বাংলা 20 Nov 2025 9:27 am

Nitish Kumar |আজ দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নীতীশের, উপস্থিত থাকবেন এনডিএ-র শীর্ষ নেতৃত্ব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে এনডিএ। আর সেই মতো দশমবার বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) হচ্ছেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার (Nitish Kumar)। বৃহস্পতিবার পাটনার গান্ধি ময়দানে শপথ নেবেন তিনি। সূত্রের খবর, নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে উপস্থিত থাকবে এনডিএ-র […] The post Nitish Kumar | আজ দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নীতীশের, উপস্থিত থাকবেন এনডিএ-র শীর্ষ নেতৃত্ব appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 20 Nov 2025 9:13 am

Radish Digestion Tips: মূলা খেলে গ্যাস হয়? কীভাবে খেলে হবে না, জেনে নিন আচার্য বালকৃষ্ণর থেকে

Radish Digestion Tips: শীতকাল এলেই বাজারে মূলার ছড়াছড়ি। ঘরে ঘরে সালাদ, ভাজি, আচার বা পরোটার সঙ্গে মূলা খাওয়ার রেওয়াজ বহুদিনের। পুষ্টিগুণে ভরপুর এই সবজিতে রয়েছে প্রচুর ভিটামিন সি, ফাইবার, খনিজ পদার্থ এবং এমন কিছু ডিটক্স উপাদান যা শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিয়ে লিভারকে সুস্থ রাখে। প্রতিদিন সামান্য পরিমাণে মূলা খেলে পেট পরিষ্কার থাকে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এবং হজমতন্ত্র স্বাভাবিকভাবে কাজ করে। কিন্তু এত উপকার থাকা সত্ত্বেও অনেকেই অভিযোগ করেন যে মূলা খেলেই পেটে গ্যাস হয়, ঢেকুর ওঠে বা বুক ভারী লাগে। এই সমস্যার কারণে অনেকে মূলা খাওয়া এড়িয়ে চলেন। আচার্য বালকৃষ্ণ জানাচ্ছেন যে এই অস্বস্তির পেছনে মূলা নয়, বরং খাওয়ার ভুল সময় এবং পদ্ধতিই দায়ী। আচার্য বালকৃষ্ণ যা জানিয়েছেন আচার্য বালকৃষ্ণের মতে, মূলায় থাকা কিছু প্রাকৃতিক সালফার যৌগ হজমের সময় অন্ত্রে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে গ্যাস তৈরি করতে পারে। যাঁদের পাচনতন্ত্র দুর্বল বা যাদের হজম এনজাইম কম, তাঁদের ক্ষেত্রে এই প্রতিক্রিয়া আরও দ্রুত বাড়ে। মূলায় প্রচুর ফাইবার থাকে, যা একদিকে পেট পরিষ্কার করতে সাহায্য করে, অন্যদিকে ভুল সময়ে বা ভুলভাবে খেলে হজমে চাপ ফেলে। এই ফাইবার ভাঙতে শরীরে বেশি সময় লাগে এবং দুর্বল হজমশক্তি থাকলে গ্যাস, পেটে ভারীভাব বা টক ঢেকুর তৈরি হয়। মূলা প্রকৃতিগতভাবে ক্ষারীয় সবজি। যখন এটি খালি পেটে বা রাতে খাওয়া হয়, তখন শরীরের স্বাভাবিক অম্ল-ক্ষার ভারসাম্য বিঘ্নিত হয়ে অস্বস্তি তৈরি করতে পারে। আরও পড়ুন- ডাকহরকরা থেকে তিন কন্যা, প্রতিটি চরিত্রে অনন্য, তবুও কেন আত্মহত্যার কথা ভেবেছিলেন কালী ব্যানার্জি? আয়ুর্বেদ মতে, দিনের বিভিন্ন সময়ে আমাদের হজমশক্তি ভিন্নভাবে কাজ করে। দুপুরের সময় পেটের অগ্নি বা হজমকার্য সর্বাধিক শক্তিশালী থাকে। তাই এই সময়ে মূলা খেলে তা সহজে ভেঙে যায় এবং কোনও ধরনের গ্যাস বা অস্বস্তি সৃষ্টি করে না। সকালে খালি পেটে মূলা খেলে অনেকেরই টক ঢেকুর বা পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে। খালি পেটে সালফার যৌগ দ্রুত প্রতিক্রিয়া করে। এর ফলে অস্বস্তি বাড়ে। রাতে মূলা খাওয়া আরও বেশি সমস্যা তৈরি করতে পারে, কারণ রাতের দিকে হজমশক্তি স্বাভাবিকভাবেই কম থাকে। রাতে পেট ভারী খাবার সহ্য করতে পারে না, ফলে গ্যাস, বুক জ্বালা বা বদহজমের ঝুঁকি বেড়ে যায়। তাই দুপুর ছাড়া অন্য সময় মূলা খেলে অনেকের সমস্যার সম্ভাবনা তৈরি হয়। আরও পড়ুন- শীতকালে শরীর গরম রাখবে এই দেশি খাবার, একবার বানালেই চলবে গোটা মাস! যাঁরা সালাদ হিসেবে মূলা খেতে ভালোবাসেন, তাঁরা খাবারের শেষে এটি খেলে বেশি উপকার পাবেন। যদি রাতের খাবারের সঙ্গে মূলা খান, তাহলে অন্তত এক ঘণ্টা কিছু খাবেন না, যাতে শরীর ফাইবার ভাঙার জন্য পর্যাপ্ত সময় পায়। অনেক ক্ষেত্রে কাঁচা মূলা হজমে বেশি কষ্ট দেয়। সে কারণে যাঁদের পেটে গ্যাসের সমস্যা আছে, তাঁরা সেদ্ধ বা হালকা ভাজা করে মূলা খেতে পারেন। এতে ফাইবার নরম হয়ে যায় এবং অন্ত্রে ভাঙতে সুবিধা হয়। আর কাঁচা মূলা খেতে চাইলে সামান্য লেবুর রস, শিলা লবণ বা গোলমরিচ মিশিয়ে খাওয়া ভালো। এগুলো হজমকে সাহায্য করে এবং সালফার যৌগের প্রতিক্রিয়া কমায়। খাবারের পরে সামান্য গুড় বা মৌরি চিবোনো হজমে দারুণ উপকার দেয়। এগুলো পাকস্থলিতে স্নিগ্ধতা আনে এবং এনজাইম সক্রিয় করে। আরও পড়ুন- শীতে পান করলেই দূর হয় সর্দি-কাশি, ঘরে সহজে বানানো যায়, এই স্যুপ কাজ করে আয়ুর্বেদিক ওষুধের মত! অনেকেই ভুল ধারণা করেন যে মূলা স্বভাবতই গ্যাস বাড়ায়। অথচ আচার্য বালকৃষ্ণ স্পষ্টভাবে জানিয়েছেন, মূলা কখনোই ক্ষতিকর নয়, বরং এটি পেটের জন্য উপকারী। সমস্যা তখনই হয় যখন তা ভুল সময়ে বা ভুল পদ্ধতিতে খাওয়া হয়। যাদের পেট দুর্বল, তাদের উচিত ধীরে ধীরে মূলা খাওয়ার অভ্যাস তৈরি করা। শুরুতে সামান্য পরিমাণে খেলে শরীর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। সময়ের সাথে হজমশক্তি উন্নত হয় এবং গ্যাসের সমস্যা কমে যায়। তাই মূলাকে ভয়ে এড়িয়ে না গিয়ে সঠিক নিয়মে খেলে উপকারই বেশি। আরও পড়ুন- আজ আন্তর্জাতিক পুরুষ দিবস! কীভাবে চালু হল এই দিন পালনের প্রথা? শরীরকে হালকা ও সুস্থ রাখতে শীতকালে নিয়মিত কিন্তু সঠিক উপায়ে মূলা খাওয়া উচিত। দুপুরে খাওয়া, লেবু বা শিলা লবণ মেশানো, খাবারের শেষে নেওয়া—এই কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই মূলা আর গ্যাসের কারণ হবে না, বরং পেটের জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করবে। আচার্য বালকৃষ্ণের মতে, যাঁদের হজম ক্ষমতা দুর্বল, তাঁদেরও মূলা খেতে কোনও সমস্যা নেই, যদি তাঁরা সময় এবং পদ্ধতি মেনে মূল খান, তবে কোনও সমস্যা হবে না। মূলা প্রকৃতির এক অনন্য উপহার, যা শরীর পরিষ্কার রাখে, শক্তি দেয় এবং হজমতন্ত্রকে স্বাভাবিক রাখে। সঠিকভাবে খেলে এই সাধারণ সবজিই হয়ে উঠতে পারে আপনার প্রতিদিনের সুস্থতার সঙ্গী।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 9:10 am

একের পর এক রাজ্যে ভোটচুরির অভিযোগ, এবার জ্ঞানেশকে সরাতে ‘ইমপিচমেন্টে’র প্রস্তুতি কংগ্রেসের

সূত্রের খবর, কংগ্রেস এ বিষয়ে বিরোধীদের ‘ইন্ডিয়া’ মঞ্চের শরিক দলগুলির সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 9:10 am

মুম্বইয়ে নতুন দুটি অফিস কিনলেন সইফ, ছোটে নবাবের মোট সম্পত্তির পরিমাণ জানেন?

সইফের মোট সম্পত্তির পরিমাণ কত জানেন?

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 9:10 am

Mexico Gen-Z Protest: মাদক চালাবে না দেশ, গর্জে উঠল Gen-Z-রা, উৎখাত হবে আরও একটা সরকার?

Mexico Gen-Z Protest: ২০০৬ সালে দেশের তত্‍কালীন প্রেসিডেন্ট ফিলিপ কালদেরন প্রথম কার্টেলগুলোর বিরুদ্ধে সেনা আর পুলিশকে নামান। তাতে রক্তপাত আরও বেড়ে যায়। গত ২০ বছরে মাদককে কেন্দ্র করে হিংসাত্মক লড়াইয়ে মেক্সিকোয় প্রায় ৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

টিভি 9 বাংলা 20 Nov 2025 9:08 am

Nitish Kumar: জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার পথে নীতীশ কুমার, মোদীর উপস্থিতিতে আজই দশমবারের জন্য শপথ

Nitish Kumar:২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট নিরঙ্কুশ জয় পেয়েছে। এর ফলে রাজ্যে সরকার গঠনের দায়িত্ব নিতে যাচ্ছে এনডিএ। জেডিইউ নেতা নীতীশ কুমার বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) পাটনার গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া নীতীশ কুমারের উপর সবার নজর গোটা দেশের। আরও পড়ুন- বিহারে NDA ঝড়ের দাপট, 'রাজার' মত মাথা উঁচু করে শপথ নীতীশের নীতীশ কুমার ২০০৫ সাল থেকে ধারাবাহিকভাবে ক্ষমতায় রয়েছেন। গত দুই দশক ধরে তিনি অসংখ্য রাজনৈতিক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন। কখনও জোট এবং সরকার পরিবর্তন করেছেন, কিন্তু কখনো তার পদ ত্যাগ করেননি। বুধবার (১৯ নভেম্বর, ২০২৫) তিনি সর্বসম্মতিক্রমে এনডিএ জোটের বিধায়ক দলের নেতা নির্বাচিত হন, যার ফলে তিনি আবারও বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। ২০০০ সালের মার্চ মাসে শুরু হওয়া তার মুখ্যমন্ত্রীত্বের মেয়াদ বর্তমানে প্রায় ১৯ বছর ৯৩ দিন। এই সময়ে মাত্র একবার জিতন রাম মাঝি ২০১৪ সালের মে থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাকি সময় নীতীশ কুমারই রাজ্যের দায়িত্বে ছিলেন। আরও পড়ুন- নভেম্বরের শেষে কুলকুলিয়ে ঘামলেও অবাক হবেন না, আবহাওয়ার বিরাট বদল, শীতের ইনিংসে জোর ধাক্কা শুক্রবার পাটনার গান্ধী ময়দানে নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। নীতীশ কুমারের সঙ্গে দুজন উপ-মুখ্যমন্ত্রী এবং প্রায় ২০ জন মন্ত্রী শপথ নেবেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি ৮৯টি আসন এবং জেডিইউ ৮৫টি আসন জয়ী হয়েছে, যার ফলে এনডিএ নিরঙ্কুশ জয় অর্জন করেছে। আরজেডি মাত্র ২৫টি আসন পেয়েছে, কংগ্রেস ছয়টি এবং এআইএমআইএম পাঁচটি আসনে সন্তুষ্ট হয়েছে। আরও পড়ুন- SIR নিয়ে তোলপাড়ের মাঝে গুরুত্বপূর্ণ বৈঠকে কমিশনের কর্তারা, দিলেন বিরাট নির্দেশ নীতীশ কুমার যদি এই মেয়াদ সম্পূর্ণ করেন, তাহলে তিনি দেশের সবচেয়ে বেশিদিন কুর্সিতে বসা মুখ্যমন্ত্রীদের তালিকার শীর্ষস্থানের অধিকারী হবেন। বর্তমানে ভারতের দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন সিকিমের পবন কুমার চামলিং (২৪ বছর ১৬৫ দিন), ওড়িশার নবীন পট্টনায়ক (২৪ বছর ৯৯ দিন), পশ্চিমবঙ্গের জ্যোতি বসু (২৩ বছর ১৩৭ দিন) এবং অন্যান্যরা। নীতীশ কুমারের বর্তমান মেয়াদ ১৯ বছর ৯৩ দিন। আগামী পাঁচ বছর বাধাহীনভাবে কাটালে ভারতের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে তাক লাগাবেন নীতীশ কুমার। আরও পড়ুন- 'কীভাবে ইন্টারভিউয়ে দাগিরা'? SSC-কে কড়া ধমক বিচারপতি অমৃতা সিনহার

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 9:06 am

বিএলও কাজ না করলে কড়া ব্যবস্থা, ফের স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের

রাজ্যে এসআইআরের ফর্ম বিলি এখন প্রায় শেষ।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 8:55 am

Gold Price Hike: সোনা ধরলেই ছ্যাঁকা! বিয়ের মরশুমে গহনা কিনতে খরচ কত পড়বে, দেখে নিন…

Gold-Silver Rate on 20 November 2025: নভেম্বর-ডিসেম্বর জুড়ে যেখানে বিয়ের মরশুম চলছে, সেখানেই হঠাৎ করে বাড়ছে সোনার দাম। গতকালই একধাক্কায় ২৪ ক্যারেটের সোনার দাম ১২ হাজার টাকা বেড়েছিল। অনেকটা বেড়েছিল ২২ ক্যারেট সোনার দামও। আজ, ২০ নভেম্বরও বেশ খানিকটা বাড়ল সোনার দাম।

টিভি 9 বাংলা 20 Nov 2025 8:44 am

Bengal SIR: SIR নিয়ে তোলপাড়ের মাঝে গুরুত্বপূর্ণ বৈঠকে কমিশনের কর্তারা, দিলেন বিরাট নির্দেশ

Bengal SIR: নদীয়ায় এসআইআর কার্যক্রম নিয়ে বৈঠকে সমস্যা সমাধানের জন্য বিশেষ নির্দেশ নির্বাচন কমিশনের আধিকারিকদের। বুধবার কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বৈঠকে চিফ ইলেকশন অফিসার মনোজ কুমার আগরওয়াল, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং দুই সিইওসহ মোট সাত সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তিন ঘণ্টা ধরে চলা বৈঠকে জেলার জেলাশাসক অনীশ দাসগুপ্ত, অতিরিক্ত জেলাশাসক প্রলয় রায় চৌধুরী (ইলেকশন) এবং ইআরওদের সঙ্গে বিডিওরাও উপস্থিত ছিলেন। আরও পড়ুন- “৮০% BLO শাসকদল ঘনিষ্ঠ”, তৃণমূলকে নিশানা করে তীব্র আক্রমণ অধীরের বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়েছে বিএলওদের ওপর বাড়তে থাকা অতিরিক্ত কাজের চাপ। এসআইআর কাজের শুরু থেকেই ডেটা এন্ট্রি ও ডিজিটাইজেশনের মতো দায়িত্ব বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। কিছু বিএলও বিক্ষোভও করেছেন। পাশাপাশি, বিদ্যালয়ে টিচাররা বিএলওর কাজের কারণে সময়মতো স্কুলে প্রবেশ করতে পারছেন না, যার ফলে স্কুলের প্রধান শিক্ষক তাদের অনুপস্থিত হিসেবে খাতায় নথিভুক্ত করছেন। নির্বাচন কমিশনের কর্তারা জানান, এই ধরনের অনুপস্থিতি বরদাস্ত করা যাবে না এবং বিএলওদের কাজ পুরোপুরি ফোকাস করে করতে হবে। আরও পড়ুন- West Bengal News Live Updates: প্রাথমিকে হাজার-হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু আজই, অনলাইনে আবেদন, কারা যোগ্য? বৈঠকে বিএলও অ্যাপের সঙ্গে সম্পর্কিত নেটওয়ার্কিং সমস্যার কথাও তুলে ধরা হয়। কমিশনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, বিএলওদের ডেটা এন্ট্রি ও পারফরম্যান্স পর্যালোচনা করা হয়। খারাপ পারফরম্যান্স থাকলে ইআরওদের সেটি নজরে রাখতে এবং পাশে থেকে কাজের গতিকে বাড়াতে পরামর্শ দেওয়া হয়। জেলায় মোট ৪৬৮৬টি বুথ রয়েছে, যেখানে প্রত্যেকটি বুথে একজন করে বিএলও নিয়োজিত। কমিশনের তথ্য অনুযায়ী, বিএলওদের ৭০ শতাংশই স্থায়ী সরকারি কর্মী। বৈঠকে কমিশনের কর্তারা জানিয়েছে, এসআইআর কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। উল্লেখ্য, ৪ ডিসেম্বর ভোটার তালিকার ড্রাফট রোল প্রকাশিত হবে, সেক্ষেত্রে তার আগে সিডিউল মেনে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন- Local Train Cancelled: শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, দুর্ভোগ এড়াতে বিশদে জানুন বৈঠকের শেষে চিফ ইলেকশন অফিসার মনোজ কুমার আগরওয়ালা নদীয়ার কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “কোনো সমস্যা হচ্ছে না। সকলের সঙ্গে আলোচনা হয়েছে, নদীয়ার কাজ ভালো হচ্ছে।” সীমান্ত জেলা হওয়া সত্ত্বেও তিনি বলেন, “সীমান্ত বলে নয়, প্রত্যেক ভোটারই গুরুত্বপূর্ণ।” এছাড়া, বিএলওর আত্মহত্যা সংক্রান্ত কোনো খবর তিনি শুনেননি এবং বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 8:40 am

Ram Charan-Upasana: 'ডিম্বাণু সংরক্ষণ মেয়েদের কাছে বীমা', রাম চরণের স্ত্রী উপাসনার মন্তব্যে জোরাল বিতর্ক!

অ্যাপোলো হেলথকেয়ারের কর্ণধার উপাসনা কোনিডেলার মন্তব্য নিয়ে শুরু হওয়া বিতর্কে এবার সরাসরি ভিন্ন মত তুলে ধরলেন জোহোর সিইও শ্রীধর ভেম্বু। উপাসনা সম্প্রতি আইআইটি হায়দরাবাদের এক অনুষ্ঠানে তরুণীদের উদ্দেশে বলেন- মহিলাদের সবচেয়ে বড় 'বীমা' হলো ডিম সংরক্ষণ করা, কারণ এর মাধ্যমে তারা নিজের ইচ্ছামতো সময়ে মাতৃত্ব বেছে নিতে পারবেন, বিশেষ করে যখন তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন। উপাসনার বক্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা- কারণ অনেকেই প্রশ্ন তোলেন, ডিম সংরক্ষণের ব্যয়বহুল প্রক্রিয়া সাধারণ মানুষের নাগালের মধ্যে নয়। একই সঙ্গে অনেকে বলেন, রামচরণ-উপাসনার ব্যক্তিগত জীবন এবং তাঁদের আর্থিক সচ্ছলতার সঙ্গে এই পরামর্শের মিল নেই। হার্পিকের মুখ হয়ে উঠলেন নিমেষেই, নিজের পথ নিজেই বানালেন অভিনেতা এই প্রেক্ষিতে সম্পূর্ণ বিপরীত মত প্রকাশ করেন শ্রীধর ভেম্বু। এক্স-এ তিনি লিখেছেন, তরুণদের উচিত ২০-এর দশকেই বিয়ে ও সন্তান নেওয়ার কথা ভাবা- এটি সমাজ ও পূর্বপুরুষদের প্রতি জনসংখ্যাগত দায়িত্বের অংশ। তাঁর মতে, আধুনিকতার যুগে এই ভাবনা “পুরোনো” মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি আবার গুরুত্ব পাবে। এরই মাঝে ব্যক্তিগত দিক থেকেও আলোচনায় উপাসনা। রামচরণ-উপাসনা সম্প্রতি ঘোষণা করেছেন, তাঁরা যমজ সন্তানের প্রত্যাশা করছেন। দম্পতি ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২৩ সালে জন্ম নেয় তাঁদের প্রথম কন্যা, ক্লিন কারা। Hardik-Maheika Sharma: মালদ্বীপ থেকে মুম্বই: হার্দিক–মাহেকার সম্পর্ক নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া উপাসনা বহুবারই বলেছেন, ডিম্বাণু হিমায়িত করার সিদ্ধান্ত তাঁর জীবনকে বদলে দিয়েছে, কারণ তাঁকে জৈবিক ঘড়ির চাপ নিয়ে মাতৃত্বের তাড়াহুড়ো করতে হয়নি। তাঁর কথায়- এটি এক ধরনের বীমা পলিসি, যা একজন নারীকে নিজের শর্তে মাতৃত্ব বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। 'মিড-ডে’কে তিনি জানান, বিয়ের শুরুতেই তিনি ও রাম তাদের ক্যারিয়ারে মন দিতে চেয়েছিলেন এবং আর্থিকভাবে আরও স্থিতিশীল অবস্থানে পৌঁছে সন্তান নেওয়ার পরিকল্পনা করেন। উপাসনা কোনিডেলা অ্যাপোলো হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রতাপ সি রেড্ডির নাতনি এবং ৭৭,০০০ কোটি টাকার স্বাস্থ্যসেবা সাম্রাজ্যের উত্তরাধিকারী। বর্তমানে তিনি অ্যাপোলো হসপিটালস-এর সিএসআর ভাইস চেয়ারপার্সন এবং ফ্যামিলি হেলথ প্ল্যান ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর। পাশাপাশি তিনি UR.Life নামে একটি ওয়েলনেস প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। অন্যদিকে রামচরণ তেলুগু সিনেমার অন্যতম বড় তারকা, এবং কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবির পুত্র।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 8:30 am

Congress: ১৪০০ কোটিরও বেশি সম্পত্তি! কংগ্রেসকে বড় ধাক্কা দেবেন দেশের সবথেকে ধনী বিধায়ক?

DK Shivakumar: কর্নাটকে কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। অভিজ্ঞতা বনাম সংগঠনের লড়াইয়ে শেষ পর্যন্ত প্রাধান্য পেয়েছিল বুড়ো হাড়ের অভিজ্ঞতাই। মুখ্যমন্ত্রী পদ দেওয়া হয় সিদ্দারামাইয়াকে। উপমুখ্যমন্ত্রী পদে বসেন ডিকে শিবকুমার। তখনই শোনা গিয়েছিল, আড়াই বছর পর মুখ্যমন্ত্রী বদল হতে পারে।

টিভি 9 বাংলা 20 Nov 2025 8:24 am

IND vs SA 2nd Test, Pitch Report: গুয়াহাটির উইকেট যেন 'অজানা রহস্য', লুকিয়ে রয়েছে কোন জুজু?

India vs South Africa Test Match: কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতীয় (Indian Cricket Team) ব্যাটিং ডিপার্টমেন্ট একেবারে মুখ থুবড়ে পড়েছিল। এই লজ্জাজনক পারফরম্য়ান্সের কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) আয়োজন করা হবে। এই সিরিজটা ১-১ ব্যবধানে ড্র করতে হলে টিম ইন্ডিয়াকে যে কোনও মূল্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচটা জিততেই করতেই হবে। IND vs SA 2nd Test News Update: ইডেন টেস্টে হারের পর এবার বিশাল ধাক্কা, কীভাবে সামলাবেন গৌতম গম্ভীর? ভারতীয় ক্রিকেট দলের কাছে 'সুখবর' হল, শুভমান গিল (Shubman Gill) দ্রুত চোট সারিয়ে সুস্থ হচ্ছেন। অন্যদিকে, নীতীশ কুমার রেড্ডিকেও স্কোয়াডে যোগ করা হয়েছে। কলকাতায় লজ্জার পরাজয়ের পর টিম ইন্ডিয়া গুয়াহাটিতে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। IND vs SA, Eden Gardens Pitch Controversy: এমন উইকেট আদৌ গরিমা বাড়াল ইডেনের? ভারত হারতেই বিতর্কের ঝড় কেমন হবে গুয়াহাটির উইকেট? বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম এই প্রথমবার কোনও টেস্ট ম্য়াচের আয়োজন করছে। ওয়ানডে এবং টি-২০ রেকর্ডের হিসাবে এই উইকেটে ব্যাট এবং বলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শুরুর দিকে উইকেটে আর্দ্রতা থাকার কারণে পেস বোলাররা এই মাঠে আগুন গতি ছোটাতে পারেন। IND vs SA Highlights Cricket Score, 1st Test: লজ্জার সাক্ষী ইডেন গার্ডেন্স, জেতা ম্য়াচ হেরে গেল ভারত তবে শুরুর ওভারগুলো যদি বাদ দেওয়া যায়, তাহলে প্রথম ২ দিন এখানকার উইকেট যথেষ্ট ব্য়াটিং সহায়ক হয়ে থাকে। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, তৃতীয় দিন থেকে উইকেট ভাঙতে শুরু করে। সেকারণে স্পিনাররা অ্যাডভান্টেজ পেতে পারে। দুটো দলেই যথেষ্ট ভাল স্পিনার রয়েছে। ফলে ব্যাটারদের অগ্নিপরীক্ষার মুখে পড়তে হবে। IND vs SA Highlights Cricket Score, 1st Test: তৃতীয় দিনই 'খতম' ইডেন টেস্ট? খারাপ উইকেট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন কী বলছে পরিসংখ্যান? বরসাপাড়া এই প্রথমবার কোনও টেস্ট ম্য়াচ আয়োজন করবে। এখনও পর্যন্ত এই মাঠে মোট ৮ ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে চারটে ম্য়াচে যে দল প্রথমে ব্যাট করেছে, তারা জয়লাভ করেছে। সমসংখ্যক ম্য়াচে যে দল রান তাড়া করেছে, তারা জয়লাভ করেছে। বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড় স্কোর ২২৫ রান। দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ১৮৩ রান।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 8:20 am

West Bengal Weather Update:নভেম্বরের শেষে কুলকুলিয়ে ঘামলেও অবাক হবেন না, আবহাওয়ার বিরাট বদল, শীতের ইনিংসে জোর ধাক্কা

Bengal Weather Forecast 20 November 2025: বঙ্গোপসাগরের নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে শীতের আমাজে ভাটা পড়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে এবং ভোরে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগ্রহায়নের শুরুতেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই ধাক্কা খেয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আরও পড়ুন- কল্যাণ-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়, এবার রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের TMC সাংসদের কার্তিকে মৃদু শীতের আনন্দ উপভোগ করেছিলেন বাঙালিরা, তবে আগ্রহায়নের আগমনের সঙ্গে সঙ্গে উধাও শীতের আমেজ। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে রাতের তাপমাত্রা বাড়বে। বর্তমানে রাজ্যের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে রাজ্যের কোনো জেলায় বৃষ্টি হবে না। উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। বৃহস্পতিবার দিনে তাপমাত্রা প্রায় ২৯C, রাতের তাপমাত্রা প্রায় ১৯C -এর কাছাকাছি থাকবে। আরও পড়ুন- নীতীশের সঙ্গে শপথ আরও ২০ মন্ত্রীর? উপমুখ্যমন্ত্রী পদে মহিলা মুখে বড় বাজি? নভেম্বরের মাঝামাঝি রাজ্যের শহর থেকে গ্রাম সব জায়গায়ই তাপমাত্রা দ্রুত নেমে যাওয়ায় শীতের আমেজ বাড়তে শুরু করেছিল। সাধারণ মানুষও শীতের অনুভূতিতে অভ্যস্ত হয়ে উঠছিলেন। তবে হঠাৎ তৈরি হওয়া নিম্নচাপের জেরে সেই শীতের দাপট থমকে গেছে। আগামী কয়েক দিন ভোরের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের অনেক জেলাতেই ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। রাস্তা-ঘাটে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে অসুবিধা হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। তবে দিনের বেলা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। আপাতত রাজ্যের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আগামী কয়েক দিনের মধ্যে নতুন কোনও ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও নেই বলে মনে করা হচ্ছে। তবে বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে আবহাওয়া দপ্তর। শীতের আমেজ কতদিনে ফিরবে, এখন সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী। আরও পড়ুন- দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে কেন 'ভারতের আয়রণ লেডি' বলা হয়, জানুন ৫টি কারণ! ভারতীয় হিসাবে গর্বিত হবেন

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 8:00 am

Nitish Kumar Oath Taking Ceremony: নীতীশের রেকর্ড ভাঙতে পারেন নীতীশই, দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নেবেন আজ, মন্ত্রী কারা হবেন?

Bihar Government Formation: আজ, বৃহস্পতিবার পটনার গান্ধী ময়দানে শপথ নেবেন নীতীশ কুমার। বুধবারই তিনি রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের আবেদন জানিয়েছেন। আজ সকাল সাড়ে ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। ২০০৫ সাল থেকে এই নিয়ে চতুর্থবার গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রীত্বের শপথ নিতে চলেছেন নীতীশ।

টিভি 9 বাংলা 20 Nov 2025 7:36 am

East Bengal FC News: উহানের বিরুদ্ধে 'অগ্নিপরীক্ষা' ইস্টবেঙ্গল! কতটা শক্তিশালী চিনের এই ফুটবল দল?

East Bengal FC: ২০২৫ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গল একেবারে ধামাকাদার শুরুয়াত করেছে। প্রথম ম্য়াচে তারা ইরানের ফুটবল ক্লাব বাম খাতুনকে ৩-১ গোলে পরাস্ত করেছে। এই পরিস্থিতিতে উহান জিয়াংড়া এবং নাসাফের থেকে ২ পয়েন্ট এগিয়ে রয়েছে। গত ম্য়াচে শুরুতেই গোল করেছিলেন লাল-হলুদ ব্রিগেডের তারকা ফুটবলার সিল্কি হেমাম। এই গোলটাই যে জয়ের ভিত মজবুত করেছিল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। আগামী ম্য়াচে ইস্টবেঙ্গলের সামনে লড়াই অবশ্য অতটাও সহজ হবে না। কারণ গতবারের চ্যাম্পিয়ন উহান জিয়াংড়ার বিরুদ্ধে তারা খেলতে নামবে। তবে প্রথম ম্য়াচে জয় অ্যান্থনি অ্যান্ড্রুজ় ব্রিগেডের আত্মবিশ্বাস অনেকটাই উর্ধ্বমুখী করবে, তা বলাই বাহুল্য। East Bengal Next Match: জয় দিয়ে শুরু AFC অভিযান, এবার কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল? অন্যদিকে, উহানের হেড কোচ চাং উইউই জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। তাঁর দলের তারকা ফুটবলার ইয়াও উই, উ হাইয়ান এবং ওয়াং শুয়াং এই ম্য়াচে খেলতে নামবে। প্রসঙ্গত, প্রথম ম্য়াচে এই তিন ফুটবলার খেলতে নামেননি। East Bengal FC: জ্বলে উঠল লাল-হলুদ মশাল, জয় দিয়ে AFC অভিযান শুরু ইস্টবেঙ্গলের জয়ের সরণীতে ফিরতে মরিয়া উহান প্রসঙ্গত, গত সোমবার (১৭ নভেম্বর) নাসাফের বিরুদ্ধে খেলতে নেমেছিল উহান জিয়াংড়া। এই ম্য়াচটি ১-১ গোলে এগিয়ে রয়েছে। যদিও প্রথম ম্য়াচে দলের কোনও তারকা ফুটবলারই খেলতে নামেননি। সেকারণে চ্যাং আরও বেশি করে আত্মবিশ্বাস অর্জন করছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ যে কোনও দল হোক না কেন, তাঁর দল নিজেদের লক্ষ্যে অবিচল থাকবে। জয় ছাড়া তিনি আপাতত আর কিছু ভাবছেন না। যদিও এই দুটো দল প্রথমবার একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। East Bengal FC Latest News: লাল-হলুদের 'মশাল গার্ল', জ্যোতির ফুটবল কেরিয়ার দেখলে চমকে উঠবেন! এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত মরশুমে উহান জিয়াংড়া গ্রুপ পর্বের শুরুটা একেবারে ভাল করতে পারেনি। কিন্তু, টুর্নামেন্ট যত সামনের দিকে গড়িয়েছে, ততই তারা অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়তে শুরু করেছেন। চ্যাংয়ের আশা, এই মরশুমেও তাঁর দল তেমনই পারফরম্য়ান্সের পুনরাবৃত্তি ঘটাতে পারবে। কোয়ার্টার ফাইনালের জন্য দরকার ১ পয়েন্ট উল্লেখ্য, গ্রুপ বি'র পয়েন্টস টেবিলে ইস্টবেঙ্গল আপাতত শীর্ষস্থানে রয়েছে। তাদের ঝুলিতে রয়েছে ৩ পয়েন্ট। বাকী ২ ম্য়াচ থেকে তারা যদি আর ১ পয়েন্ট সংগ্রহ করতে পারে, তাহলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। তবে উহান জিয়াংড়া উইমেন্স এফসি, পিএফসি নাসাফ এবং বাম খাতুন এফসি-ও বৃহস্পতিবার (২০ নভেম্বর) জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। East Bengal FC News: চরম অন্ধকারে ISL ভবিষ্যৎ, বুক ফাটছে ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারের! ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ বললেন, 'এই ম্য়াচটা আমাদের কাছে খুব একটা সহজ হবে না। তবে যাবতীয় পরিস্থিতির জন্য আমরা একেবারে প্রস্তুত। ম্যাচের আগে আমরা ৪৮ ঘণ্টা সময় পেয়েছি। এই কঠিন ঠাণ্ডার মধ্যেও নিজেদের রিকভার করেছি। আমরা নিজেদের লক্ষ্যে একেবারে অবিচল। আশা করছি, গতবারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে আমরা নিজেদের পরিকল্পনা যথাযথভাবে প্রয়োগ করতে পারব।'

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 7:35 am

KALIBABU Legacy: ডাকহরকরা থেকে তিন কন্যা, প্রতিটি চরিত্রে অনন্য, তবুও কেন আত্মহত্যার কথা ভেবেছিলেন কালী ব্যানার্জি?

Kali Bandyopadhyay Legacy: বাংলা চলচ্চিত্র জগতে এমন কিছু নাম আছে যাঁদের উপস্থিতি শুধু অভিনয়ের পরিসরেই সীমাবদ্ধ নয়, বরং সময়কে অতিক্রম করে তাঁরা হয়ে উঠেছেন এক অনন্য ইতিহাস। আজ তাঁদেরই একজন, কিংবদন্তি অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে স্মরণ করা মানে বাংলা চলচ্চিত্র, নাট্যমঞ্চ এবং সমাজজীবনের এক বিশাল অধ্যায়কে ছুঁয়ে দেখা। ছোট থেকেই কঠোর সংগ্রাম ২০ নভেম্বর ১৯২১ সালে কলকাতার কালীঘাটে জন্ম নেওয়া এই অসামান্য শিল্পী খুব ছোটবেলা থেকেই জীবনের কঠোর বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু সেই কঠিন পথই তাঁকে গড়ে তুলেছিল এক গভীর পর্যবেক্ষণশীল, সত্যনিষ্ঠ ও মানবসংবেদনশীল শিল্পীতে। কালী বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের বিশেষত্ব ছিল তাঁর চরিত্রে সম্পূর্ণভাবে ঢুকে যাওয়ার ক্ষমতা। তিনি যে চরিত্রই করতেন, সেটিকে নিজের শরীর, স্বর, আবেগ ও অভিজ্ঞতায় এমনভাবে রূপ দিতেন যে পরিচালক, সহ–অভিনেতা এবং দর্শক সকলেই সেই চরিত্রের ভেতরে তাঁর মধ্যে এক বাস্তব মানুষকে দেখতে পেতেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ, অজয় কর—বাংলার সব শ্রেষ্ঠ নির্মাতাদের সঙ্গে তাঁর কাজ করার সৌভাগ্য হয়েছিল। প্রতিটি পরিচালকের কাছেই তিনি ছিলেন ভরসার মুখ। আরও পড়ুন- শীতকালে শরীর গরম রাখবে এই দেশি খাবার, একবার বানালেই চলবে গোটা মাস! ১৯৫৮ সালে মুক্তি পাওয়া ডাকহরকরা তাঁর অভিনয়জীবনে এক ঐতিহাসিক বাঁক তৈরি করে। এই ছবিটি শুধু জাতীয় পুরস্কারই পায়নি, বরং প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে মস্কো টিভিতে প্রদর্শিত হয়েছিল। এই ছবিতে তাঁর অভিনয় ছিল নিখুঁত বাস্তবতার এক অসাধারণ উদাহরণ। পাশাপাশি পরশপাথর, অযান্ত্রিক, নীল আকাশের নীচে, তিন কন্যা, হাঁসুলি বাঁকের উপকথা, লৌহকপাট, ক্ষুধা—প্রতিটি ছবিতেই তিনি দেখিয়েছেন চরিত্রাভিনয়ের নতুন দিশা। আরও পড়ুন- শীতে পান করলেই দূর হয় সর্দি-কাশি, ঘরে সহজে বানানো যায়, এই স্যুপ কাজ করে আয়ুর্বেদিক ওষুধের মত! তবে এমন সাফল্যের আড়ালে ছিল দীর্ঘ সংগ্রামের গল্প। শুরুর দিকে ‘বরযাত্রী’, ‘রিকশাওয়ালা’, ‘টনসিল’-এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় করেও তিনি নিয়মিত কাজ পাচ্ছিলেন না। জীবনের এমন এক কঠিন সময় এসেছিল যখন তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন এবং আত্মহত্যার কথাও ভেবেছিলেন। ঠিক সেই সময়েই তাঁর পাশে দাঁড়ান নির্মাতা সরোজ দে, যাঁর হাত ধরেই আসে তাঁর স্বপ্নময় সাফল্য। আরও পড়ুন- এটা এমন এক প্রাণী, যার বিষের প্রতিষেধক আজও তৈরি করতে পারেনি বিজ্ঞান! কালী বন্দ্যোপাধ্যায়ের জীবনের বিতর্কিত একটি অধ্যায় ছিল মৃণাল সেনের এক নিষিদ্ধ ছবিতে চৈনিক চরিত্রে অভিনয়ের প্রস্তুতি। সে সময় তিনি চায়না টাউনে গিয়ে স্থানীয় কয়েকজন যুবকের রোষের শিকার হন। তাঁকে পুলিশি চর ভেবে গণধোলাইয়ের জন্য প্রস্তুত ছিল লোকজন। শেষ পর্যন্ত তিনি নিজের পুরনো ছবির অ্যালবাম দেখিয়ে এবং এক প্রবীণ চিনেম্যানের সাহায্যে সেই বিপদ থেকে রক্ষা পান। এই ঘটনা তাঁর জীবনকে যেমন বিপদে ফেলেছিল, তেমনই তুলে ধরেছিল তাঁর চরিত্রাভিনয়ের প্রতি একাগ্রতা ও সাহসকে। আরও পড়ুন- শোবার ঘরে ভুলেও এই জিনিসগুলো রাখবেন না, ছড়াবে অশান্তি! গণনাট্য সঙ্ঘের সক্রিয় সদস্য হিসেবে তিনি সমাজমনস্ক, প্রগতিশীল চিন্তার মানুষ ছিলেন। তাঁর রাজনৈতিক অবস্থান তাঁকে যেমন মানুষের শ্রদ্ধা এনে দিয়েছে, তেমনি সমালোচনা ও বিতর্কও ডেকে এনেছে। ১৯৮৯ সালের তিয়েনানমেন স্কোয়ারে গণঅভ্যুত্থানের ঘটনায় তাঁর মন্তব্য বহু আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। কিন্তু তিনি নিজের বিশ্বাসে অটল ছিলেন। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অত্যন্ত সরল, সহজ ও শিশুসুলভ। শুটিং স্পটে যখন সবাই আড্ডায় ব্যস্ত, তখন তিনি এক কোণে হ্যারিকেনের আলোয় বই পড়তেন—এটাই ছিল তাঁর নেশা। তাঁর জনপ্রিয়তা এমন একসময় পৌঁছে গিয়েছিল যখন তিনি উত্তমকুমারের থেকেও বেশি পারিশ্রমিক পেতেন। যদিও পরে সময় বদলায়, কাজ কমে যায়, আর্থিক অভাব দেখা দেয়—তবু তিনি কখনও শিল্পসাধনার পথ থেকে সরে আসেননি। বাণিজ্যিক ছবিতেও তিনি নিজের স্বকীয় অভিনয়শৈলী বজায় রেখেছিলেন। এক কথায় কালী বন্দ্যোপাধ্যায় শুধু একজন অভিনেতা ছিলেন না—তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা এক শিল্পচিত্ত, যাঁর চরিত্রাভিনয় আজও অভিনেতাদের কাছে পাঠ্যবই। আর তাঁর জীবন, সংগ্রাম ও আদর্শ আগামী প্রজন্মের কাছে প্রেরণা।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 7:30 am

Post Office Scheme: সন্তানের ভবিষ্যত হোক আরও নিরাপদ, ৫ বছরে ১১ লক্ষ টাকার বেশি নিশ্চিত রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিম আপনাকে রাজা করবে

Post Office Scheme: ২৫ লক্ষ টাকার সার্টিফিকেটে মাত্র ৫ বছরের মেয়াদপূর্তিতে পান ৩৬.৪৭ লক্ষ টাকার বিরাট রিটার্ন। পোস্ট অফিসের জাতীয় সঞ্চয় সার্টিফিকেট (এনএসসি) ভারতের অন্যতম জনপ্রিয় বিনিয়োগ প্রকল্প, যা বিনিয়োগকারীদের নিশ্চিত রিটার্ন এবং নিরাপদ বিনিয়োগের সুযোগ দেয়। এই সরকারি প্রকল্পে বর্তমান বার্ষিক সুদের হার ৭.৭% নির্ধারিত রয়েছে। আরও পড়ুন- Local Train Cancelled: শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, দুর্ভোগ এড়াতে বিশদে জানুন যে কোনও ভারতীয় নাগরিক দেশের যেকোনো পোস্ট অফিসে সর্বনিম্ন ১,০০০ টাকা দিয়ে একটি এনএসসি সার্টিফিকেট ক্রয় করতে পারেন। এনএসসি-র লক-ইন-পিরিয়ড ৫ বছর এবং সুদ বার্ষিকভাবে গণনা হয় তবে সম্পুর্ণ টাকা মেয়াদপূর্তির সময় প্রদান করা হয়। আরও পড়ুন- ‘বলো দুগ্গা মাইকি জয়’, বিসর্জনের সময় কেন উচ্চারিত হয় এই ডাক? জানুন চমকপ্রদ সেই ইতিহাস এনএসসি সিঙ্গেল অথবা জয়েন্ট সর্বাধিক তিনজন, কিংবা একজন নাবালকের ক্ষেত্রে অভিভাবক খুলতে পারেন। নাবালক অ্যাকাউন্টধারীরা ১৮ বছর বয়সে পৌঁছানোর পর নতুন KYC জমা দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। পোস্ট অফিসে সরাসরি গিয়ে অথবা অনলাইনে নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে এনএসসি-র জন্য অ্যাকাউন্ট খোলা যায়। অনলাইনে খোলার জন্য প্রথমে একটি পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকা আবশ্যক। সর্বনিম্ন বিনিয়োগ ১,০০০ টাকা সর্বোচ্চ জমার সীমা নেই। আরও পড়ুন- West Bengal News Live Updates: প্রাথমিকে হাজার-হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু আজই, অনলাইনে আবেদন, কারা যোগ্য? NSC-তে এককালীন ২৫ লক্ষ টাকার বিনিয়োগে ৫ বছরের শেষে মেয়াদপূর্তিতে মোট ৩৬,৪৭,৫৮২ টাকা পাওয়া যাবে, যার মধ্যে ১১,৪৭,৫৮২ টাকা সুদের সুবিধা মিলবে। এনএসসি-এর বড় সুবিধাগুলির মধ্যে রয়েছে – জামানত হিসেবে ব্যবহার করা যায়, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া সম্ভব, ৮০সি ধারা অনুযায়ী কর ছাড় পাওয়া যায়, সরকারি প্রকল্প হিসেবে নিশ্চিত রিটার্ন, স্থির সুদের হার এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগের নিশ্চয়তা। আরও পড়ুন- Red Fort blast:রেড ফোর্ট বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর মোড়! গ্রেফতার আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান জওয়াদ আহমেদ সিদ্দিকি

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 7:00 am

Delhi Blast Update: দিল্লির বিস্ফোরণ ঘটিয়েছে পাকিস্তানই! স্বীকার করে নিল PoK-র সদ্য প্রাক্তন ‘প্রধানমন্ত্রী’

India-Pakistan: পাকিস্তান এই বিষয় নিয়ে এখনও মুখ খোলেনি, তবে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ ফের একবার ক্ষমতার আস্ফালন দেখানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে ইসলামাবাদ কখনওই ভারতের সঙ্গে পুরোদমে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিতে পারে না, তাই পাকিস্তান সর্বদা সতর্ক রয়েছে।

টিভি 9 বাংলা 20 Nov 2025 6:58 am

SIR-এর মাঝেই পঞ্চায়েতের 'রঙ বদল', রাতারাতি নীল-সাদা হল গেরুয়া, তুমুল চাঞ্চল্যে তোলপাড়

নীল সাদা রং মুছে ফেলে রাতারাতি গেরুয়া রঙে রাঙিয়ে তোলা হলো ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েত ভবনকে। আর এই বিষয়টি ঘিরেই চাঁচল মহাকুমার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েত এলাকার জুড়েই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনীতি করতেই মহাজোটের পঞ্চায়েত কর্তৃপক্ষ রাজ্য সরকারের নীল সাদা রং মুছে, গেরুয়া রং করেছে । যাতে করে এলাকায় রাজনৈতিক গোলমাল শুরু হয়। এই গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস , সিপিএম ও বিজেপির সমর্থন নিয়ে মহাজোট গড়েই বোর্ড গঠন করেছে। এর আগে ওই পঞ্চায়েতের নীল সাদা রং করা হয়েছিল। সেটা পুরনো হয় নি। অথচ রাতারাতি এই পঞ্চায়েত ভবনের রং বদলেই গেরুয়ায় পরিণত করা হয়েছে। যদিও মহাজোটের পরিচালিত ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন । নতুন করে ভবন গেরুয়া রং করার পিছনে কোনও রাজনীতি নেই। আরও পড়ুন- 'ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনও প্রয়োজন নেই', কেন হঠাৎ এই মন্তব্য করলেন সংঘ প্রধান মোহন ভাগবত? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েত মোট আসন সংখ্যা ১৯। এই পঞ্চায়েতে কংগ্রেসের দখলে রয়েছে ৬ টি আসন, সিপিএমের রয়েছে ৪ টি, আর বিজেপির ৩ টি আসন। মোট ১৩ টি আসন নিয়ে ক্ষমতায় রয়েছে মহাজোট। অন্যদিকে ৬ টি আসন নিয়ে বিরোধী আসনে রাজ্যের শাসক দল। কিন্তু ওই পঞ্চায়েতের নীল সাদা রং মুছে ফেলে সম্প্রতি সেই ভবনের গেরুয়া রঙে রেঙে উঠেছে। আর এতেই আপত্তি জানিয়েছে তৃণমূল। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য তথা তৃণমূল বিরোধী দলনেত্রী সুফি খাতুন বলেন, রাজ্য সরকারের মনোনীত নীল সাদা রঙের বদলে পঞ্চায়েত ভবনে গেরুয়া রং কেন করা হয়েছে তার কৈফিয়ত আমরা মহাজোটের পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু ওরা কোনও সদুত্তর দিতে পারি নি। অথচ এই গ্রাম পঞ্চায়েতটি নীল সাদা রঙে সজ্জিত ছিল। এখন ওই রং মুছে ফেলে গেরুয়া করা হয়েছে। এই গ্রাম পঞ্চায়েতে এখন রঙের রাজনীতি হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশিকা মানা হচ্ছে না। কংগ্রেস, সিপিএম বিজেপি ভাইভাই সেটা প্রমাণ হচ্ছে। আরও পড়ুন- Red Fort blast:রেড ফোর্ট বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর মোড়! গ্রেফতার আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান জওয়াদ আহমেদ সিদ্দিকি পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন পঞ্চায়েত ভবন সুসজ্জিত করার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে সাত লক্ষ টাকা দেওয়া হয়েছে। সাথে পঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকা দিয়ে ভবন সুসজ্জিত করা হচ্ছে। বিজেপির জেলার সাধারণ সম্পাদক তথা হরিশ্চন্দ্রপুরের দলীয় নেতা রূপেশ আগরওয়াল বলেন , জোর করে স্থানীয় তৃণমূলীরা গোলমাল পাকানোর চেষ্টা চালাচ্ছে। পঞ্চায়েত ভবনের কোথায় কি রং হবে যেটা স্থানীয় তৃণমূলীরা ঠিক করে দিতে পারে না। ওই পঞ্চায়েত ভবনের রং উঠে পুরনো হয়ে গিয়েছিল। নতুনভাবে সেখানে গেরুয়া রং করা হয়েছে। ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক বলেন, পঞ্চায়েত ভবনের আগের রং পুরনো হয়ে গিয়েছিল। তাই নতুনভাবে গেরুয়া রং করা হয়েছে। তৃণমূল যে অভিযোগ করছে, তা সঠিক নয়। এই পঞ্চায়েত ভবন রঙের পিছনে কোনও রাজনীতি নেই। আরও পড়ুন- ইউনূসের চাপে মাথা নত করবে মোদী? হাসিনাকে কী বাংলাদেশে ফেরাতেই হবে ভারতকে?

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 6:30 am

Horoscope: আজকের রাশিফল ২০/১১/২০২৫

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope)মেষ/ Aries রাশিফল Rashifal : আপনাকে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি ... Read more The post Horoscope: আজকের রাশিফল ২০/১১/২০২৫ first appeared on GNE Bangla .

GNE বাংলা 20 Nov 2025 6:23 am

মাথায় ৫০ লাখের পুরস্কার, টিকিও পেত না কেউ! সেই জঙ্গলের ত্রাসের কী হল, জানেন?

Encounter: ২৬টি বড় মাপের সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগ হিডমার বিরুদ্ধে। সবচেয়ে বড় হামলাটি চালিয়েছিল ২০১০ সালে, দান্তেওয়াড়ায়। আধাসামরিক বাহিনীর ৭৬ জন জওয়ান প্রাণ হারিয়েছিলেন সেই হামলায়। এরপরে ২০১৩ সালে ছত্তীসগঢ়ের ঝিরাম ঘাটিতে সশস্ত্র হামলা চালিয়ে ছত্তীসগঢ়ের কংগ্রেসের এক শীর্ষ নেতা সহ ২৭ জনকে হত্যা করেছিল মাওবাদীরা।

টিভি 9 বাংলা 20 Nov 2025 6:20 am

Bangladeshi: কোনও নথি নেই, এদিকে আধার কার্ড আছে! এই বাংলাদেশিরা কী বলছেন শুনুন…

SIR in West Bengal: উত্তর ২৪ পরগণার হাকিমপুর সীমান্ত। এই সীমান্তে প্রচন্ড ভিড়। কীসের এত ভিড়? পুশব্যাকের অপেক্ষা। বিএসএফ কখন তাদের বিজিবির হাতে তুলে দেবে, সেই অপেক্ষাতেই সীমান্তে শয়ে শয়ে মানুষ নয়, হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন।

টিভি 9 বাংলা 20 Nov 2025 6:11 am

Ajker Rashifal Bengali, 20 November 2025: কোন রাশির জন্য শুভ, কার জন্য সতর্কতার দিন? দেখুন আজকের রাশিফল

Ajker Rashifal Bengali, 20 November 2025: আজকের দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ তাৎপর্যপূর্ণ। আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক। আজ আপনার ওপর প্রভাব বিস্তার করছে মূলত চন্দ্র ও মঙ্গল। বিশেষ করে ২০ তারিখে জন্ম হওয়ায় চন্দ্রের প্রভাব আজ আরও বেশি কার্যকর হবে। জীবনের সামগ্রিক ক্ষেত্রে মানসিক শক্তি, অনুভূতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সম্পর্ক—সবকিছুতেই আজ চন্দ্রের ভূমিকা প্রধান। আজ আপনার শুভ সংখ্যা ২, ১১, ২০ ও ২৯। শুভ বার হলো সোমবার ও মঙ্গলবার। শুভ রত্ন হিসেবে আজ মুক্তা বা রক্তপ্রবাল ধারন সৌভাগ্য আনতে পারে। মেষ/ Aries রাশিফল Rashifal আজ আর্থিক ক্ষেত্রে কিছুটা চাপ দেখা দিতে পারে। বিনিয়োগ করলে সতর্ক থাকুন। তবে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। পাওনাদারের সঙ্গে নতুন আলোচনায় অগ্রগতি হতে পারে। শুভ সংখ্যা ৯২। আরও পড়ুন- শীতকালে শরীর গরম রাখবে এই দেশি খাবার, একবার বানালেই চলবে গোটা মাস! বৃষ/ Taurus রাশিফল Rashifal আজ দাম্পত্য জীবনে সুখ বাড়বে। পারিবারিক সম্পর্কে সহযোগিতা পাওয়া যাবে। ব্যবসাতে উন্নতির সম্ভাবনা স্পষ্ট। আর্থিক অবস্থাও ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। শুভ সংখ্যা ৭৩। আরও পড়ুন- শীতে পান করলেই দূর হয় সর্দি-কাশি, ঘরে সহজে বানানো যায়, এই স্যুপ কাজ করে আয়ুর্বেদিক ওষুধের মত! মিথুন/ Gemini রাশিফল Rashifal শরীর স্বাস্থ্য বিষয়ে আজ সচেতন থাকা প্রয়োজন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভদ্রতা বজায় রাখুন। অধীনস্থদের সঙ্গে আচরণে সতর্কতা দরকার। শুভ সংখ্যা ৫৪। আরও পড়ুন- এটা এমন এক প্রাণী, যার বিষের প্রতিষেধক আজও তৈরি করতে পারেনি বিজ্ঞান! কর্কট/ Cancer রাশিফল Rashifal শিল্পী, গায়ক, চিত্রকর ও অন্যান্য সৃজনশীল ব্যক্তিদের জন্য আজকের দিন অত্যন্ত শুভ। খেলোয়াড়দের জন্যও নতুন সাফল্যের সম্ভাবনা রয়েছে। সন্তানের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়া শুভ ফল দেবে। শুভ সংখ্যা ৩০। আরও পড়ুন- শোবার ঘরে ভুলেও এই জিনিসগুলো রাখবেন না, ছড়াবে অশান্তি! সিংহ/ Leo রাশিফল Rashifal আত্মীয়-পরিজনদের সাহায্যে গৃহস্থালী কাজ সহজে সম্পন্ন হবে। তবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ দেখা দিতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে আজ অগ্রগতি হবে। শুভ সংখ্যা ৪৭। কন্যা/ Virgo রাশিফল Rashifal আজ মধ্যস্থতার কাজ, কমিশন ভিত্তিক ব্যবসা ও যোগাযোগ–সংক্রান্ত কাজে উন্নতি ঘটবে। ছোট ভাইবোনের সহযোগিতা পাবেন। ব্যবসায় প্রচার প্রচারণায় অংশগ্রহণ শুভ। শুভ সংখ্যা ১৭। তুলা/ Libra রাশিফল Rashifal আত্মীয়–কুটুম্বের সাহায্য আপনার কাজে আসবে। ব্যবসার বকেয়া টাকা আদায় হতে পারে। হোটেল, রেস্তোরা বা খাবার–সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা ৭৯। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal আজকের দিনটি বিশেষ শুভ। ব্যক্তিজীবনে সাফল্য আসবে। চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়িক উন্নতিও লক্ষণীয়। আর্থিক অর্জন আজ সম্ভব। শুভ সংখ্যা ৩৬। ধনু/ Sagitarious রাশিফল Rashifal পারিবারিক ব্যয় বাড়তে পারে। পরিবহন, ট্রাভেল, ট্যুরিজম–সংক্রান্ত ব্যবসায় লাভ হবে। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা ৮৫। মকর/ Capricorn রাশিফল Rashifal বন্ধুর সাহায্য আর্থিক অগ্রগতিতে সহায়ক হবে। ট্রাভেল এজেন্সি–সংক্রান্ত কাজে লাভের সম্ভাবনা রয়েছে। বকেয়া বিল পাওয়ার যোগ রয়েছে। শুভ সংখ্যা ৭৮। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal চাকরির ক্ষেত্রে উন্নতি দেখা দেবে। ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় নতুন সুযোগ আসবে। ব্যবসায় পিতার সাহায্য প্রয়োজন হতে পারে। শুভ সংখ্যা ৭০। মীন/ Pisces রাশিফল Rashifal বিদেশযাত্রা, আমদানি–রফতানি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ সুযোগ বৃদ্ধি পাবে। আইনগত জটিলতা মিটতে পারে। শুভ সংখ্যা ৬৩। আজকের শুভ রঙ হিসেবে সাদা ও লাল বিশেষ গুরুত্বপূর্ণ। এই দুই বর্ণ আজকের গ্রহগত অবস্থার সঙ্গে মিল রেখে সৌভাগ্য, শান্তি ও সাফল্য বাড়াতে সাহায্য করবে। জ্যোতিষীয় গণনায় দেখা যাচ্ছে আজকের দিনে কয়েকটি বিশেষ শুভ মূহূর্ত রয়েছে—ভোর ৬টা ২৭ থেকে ৮টা ০৯, দুপুর ১টা ৪৮ থেকে ৩টা ১২, সন্ধ্যা ৬টা ১৩ থেকে রাত ৯টা ৪৮, এরপর রাত ১২টা ২৮ থেকে ৪টা ০৪ এবং ভোর ৪টা ৫৭ থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত সময় বিশেষ কার্যসিদ্ধির উপযোগী। আজ চন্দ্রের অবস্থান বৃশ্চিক রাশিতে, ফলে আবেগ, কর্মশক্তি ও ব্যক্তিগত দৃঢ়তার ওপর এর প্রভাব দেখা যাবে। আজ সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি এবং এরপর প্রতিপদ তিথি চলবে। অমাবস্যার গভীর শক্তি আজকের দিনের বিভিন্ন রাশির ওপর আলাদা প্রভাব ফেলবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 6:00 am

Nitish Kumar Shapath Grahan Live:তৈরি হতে চলেছে নয়া ইতিহাস, দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার

Nitish Kumar to take Oath as Bihar CM for record 10th time on Nov 20: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-এর নিরঙ্কুশ জয়ের পর আজ ২০ নভেম্বর গঠিন হতে চলেছে নতুন সরকার। বুধবার এনডিএ-র নবনির্বাচিত বিধায়কদের এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নীতীশ কুমারকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। সভায় এনডিএ-র সকল নবনির্বাচিত বিধায়ক উপস্থিত ছিলেন। পাশাপাশি অনেক সিনিয়র নেতারাও অংশগ্রহণ করেন। নির্বাচনের পর সিনিয়র নেতারা নীতীশ কুমারকে নেতা নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানান। আরও পড়ুন- 'ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনও প্রয়োজন নেই', কেন হঠাৎ এই মন্তব্য করলেন সংঘ প্রধান মোহন ভাগবত? আরও পড়ুন- এর আগে বিজেপি ও জেডিইউ পৃথকভাবে বিধানসভা দলীয় বৈঠক করে। বিজেপির সভায় সম্রাট চৌধুরীকে নেতা এবং বিজয় কুমার সিনহাকে ডেপুটি লিডার নির্বাচিত করা হয়, আর জেডিইউর সভায় নীতীশ কুমারকে দলীয় নেতা ঘোষণা করা হয়। এর মাধ্যমে নতুন সরকারের শপথগ্রহণের পথ পরিষ্কার হয়ে যায়। আরও পড়ুন- নীতীশের সঙ্গে শপথ আরও ২০ মন্ত্রীর? উপমুখ্যমন্ত্রী পদে মহিলা মুখে বড় বাজি? ২০শে নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে নীতীশ কুমার দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন এবং হেলিকপ্টারে গান্ধী ময়দানে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। এই উপলক্ষে গান্ধী ময়দানের আশেপাশের সমস্ত স্কুল বন্ধ থাকবে। কড়া নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে গোটা এলাকা জুড়ে। শপথগ্রহণের পরে নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারে সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা যথাক্রমে উপ-মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাবেন। গত সপ্তাহে ঘোষিত ফলাফলে এনডিএ ২৪৩ আসনের মধ্যে ২০২টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ৮৯ আসন নিয়ে বিজেপি হয়ে ওঠে একক বৃহত্তম দল, আর জেডিইউ ৮৫ আসন পেয়েছে। আরও পড়ুন- কল্যাণ-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়, এবার রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের TMC সাংসদের ২০ নভেম্বর সকাল ১১:৩০ মিনিটে শপথ নেবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার পাটনায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদী। বুধবারই রাজ্যে এসেছে অমিত শাহ। বিজেপি এনডিএ-শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, জাতীয় সভাপতি এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 20 Nov 2025 6:00 am

LPG Price: নতুন বছর থেকে সস্তার এলপিজিতে রান্না করবেন?

LPG Import Deal: রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের উপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বারবার চাপ সৃষ্টি করছেন যাতে ভারত আমদানি বন্ধ করে দেয় বা আমেরিকার কাছ থেকে তেল কেনে। এবার সম্পর্ক শোধরাতেই সম্ভবত ভারতের এই পদক্ষেপ।

টিভি 9 বাংলা 20 Nov 2025 5:55 am

৩ রাশির লক্ষ্মীবারে অর্থপ্রাপ্তি! আর কোন রাশির জাতকের কপালে রয়েছে সুখবর?

Horoscope Today on November 20 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।

টিভি 9 বাংলা 20 Nov 2025 12:30 am

সলমনের বাড়িতে গুলি, সিধু মুসেওয়ালা খুন, অবশেষে NIA-এর হাতে গ্রেপ্তার ‘মূলচক্রী’আনমোল

আমেরিকা থেকে প্রত্যর্পণ করা হয়েছে আনমোলকে।

সংবাদপ্রতিদিন 20 Nov 2025 12:22 am