SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

15    C
... ...View News by News Source

Cristiano Ronaldo: মেয়ে বেলার চুল বেঁধে তাক লাগিয়ে দিলেন রোনাল্ডো!

Portuguese Footballer: সম্প্রতি সেই বাবার ভূমিকাই ভক্তদের নজর কেড়েছেন রোনাল্ডো। তাঁর ছোট মেয়ে বেলার সঙ্গে একটি ঘরোয়া মুহূর্ত শেয়ার করেছেন জর্জিনা। যা দেখে বলা হচ্ছে, রোনাল্ডো পুরোপুরি গার্ল ড্যাড। ইনস্টাগ্রাম স্টোরিতে জর্জিনা একটি পারিবারিক দৃশ্য তুলে ধরেন। যেখানে রোনাল্ডোকে দেখা যাচ্ছে ভিন্ন রূপে।

টিভি 9 বাংলা 8 Jan 2026 5:29 pm

Congress slams over IPAC raid |তদন্তের মাঝে কেন ফাইলে হাত দিলেন মুখ্যমন্ত্রী? শিলিগুড়ি থেকে আইপ্যাক কাণ্ডে তোপ গুলাম আহমেদ মিরের

শিলিগুড়ি: আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডির হানা এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল কংগ্রেস (Congress slams over IPAC raid)। বৃহস্পতিবার শিলিগুড়িতে (Siliguri) এসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তৃণমূল নেত্রী—উভয়কেই কাঠগড়ায় দাঁড় করালেন কংগ্রেস নেতা গুলাম আহমেদ মির (Ghulam Ahmad Mir)। তাঁর […] The post Congress slams over IPAC raid | তদন্তের মাঝে কেন ফাইলে হাত দিলেন মুখ্যমন্ত্রী? শিলিগুড়ি থেকে আইপ্যাক কাণ্ডে তোপ গুলাম আহমেদ মিরের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Jan 2026 5:22 pm

IPAC raid Kolkata: আইপ্যাক তল্লাশিতে 'বাধা', ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ ED

Coal scam: এবার আইপ্যাকে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ED। মামলা দায়েরের আবেদন কেন্দ্রীয় সংস্থার। যাতে অবিলম্বে বিষয়টিতে হাইকোর্ট হস্তক্ষেপ করে, সেই আর্জি জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলার আবেদন জানানো হয়। জানা গিয়েছে, ইডিকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রের আইনজীবী হাইকোর্টে জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছিল ইডি। আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় বাধা দেওয়া হয়। এক প্রকার জোর করে সেখান থেকে কিছু নথিপত্র নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও, আইপ্যাক সংস্থার সল্টলেক সেক্টর ফাইভের অফিসে তল্লাশি চালানোর সময়ও বাধা দেওয়া হয়েছে। আইনজীবী হাইকোর্টে আবেদন জানান, অবিলম্বে এই ঘটনার তদন্তের জন্য আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। আরও পড়ুন- Mamata Banerjee: এক ঘণ্টা নিঃশব্দ আইপ্যাক অফিসে, বেরিয়েই আগুন ঝরালেন মমতা, ED হানা নিয়ে BJP-কে তুলোধনা উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই কয়লা কেলেঙ্কারির পুরনো মামলার প্রেক্ষিতে কলকাতায় ইডি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সেক্টর ফাইভের অফিসে অভিযান চালায়। দুই জায়গাতেই সংস্থার অফিসাররা তল্লাশি শুরু করেন। আরও পড়ুন- Suvendu Adhikari: “মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি মিলবে”, I-PAC-এ ED হানা ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু কিন্তু খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান। ওই বাড়ি থেকে ল্যাপটপ এবং সবুজ রঙের ফাইল হাতে করে বেরতে দেখা যায় তাঁকে। এরপর তিনি সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাক অফিসেও যান। সেখানে তল্লাশি চলাকালীন সময় মমতার নিরাপত্তারক্ষীরা গুচ্ছগুচ্ছ ফাইল সংগ্রহ করে গাড়িতে ভরেন। আরও পড়ুন- হাসপাতালের পিছনের বাগানে পড়ে রক্তাক্ত মহিলা,পাশেই চুপটি করে শুয়ে তিন বছরের শিশু, বাংলার বুকে তোলপাড় ফেলা ঘটনা পরবর্তীতে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “আইপ্যাক তৃণমূল কংগ্রেসের অথরাইজড টিম। তারা অফিসের সমস্ত টেবিল ফাঁকা করে কাগজপত্র নিয়ে গেছে। এর মানে আমাদের দলের সমস্ত তথ্য ও ভোটের স্ট্র্যাটেজি ট্রান্সফার করা হয়েছে। এটা একটি অপরাধ।” তিনি আরও বলেন, “আমরা একটি নিবন্ধিত রাজনৈতিক দল। আমরা ইনকাম ট্যাক্স দিই। মানি পাওয়ার, মাসেল পাওয়ার ব্যবহার করে আমাদের হয়রানি করা হচ্ছে। সব কাগজপত্র নতুন করে তৈরি করতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে।”

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 5:11 pm

Dev-Mamata Banerjee: নিয়ম মানতে বাধ্য দেব? বিধানসভার আগেই মুখ্যমন্ত্রীকে নিয়ে খোলা বক্তব্য অভিনেতার

দেবের প্রজাপতি ২ ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। একদিকে বক্স অফিসে অন্য ভাষার ছবির ঝড়, অন্যদিকে বাংলার নিজস্ব ছবি হিসেবে হলমুখী দর্শককে ফিরিয়ে এনেছে দেবের এই প্রজেক্ট। গতকাল ছবির বিশেষ স্ক্রিনিং–এ হাজির হয়ে দেব স্পষ্ট জানিয়ে দিলেন- “এই সাফল্য বাংলা ছবির, বাংলা ভাষার।” তবে গত কয়েক মাস দেবের জন্য একেবারেই সহজ ছিল না। ইন্ডাস্ট্রির ভেতরেই দেব বনাম একটি বড় অংশ—এমন বিতর্ক ছড়িয়ে পড়েছিল। তার সঙ্গে স্ক্রিনিং কমিটির চাপ, নানারকম প্রক্রিয়া ও বাধার মুখে পড়তে হয়েছে তাঁকে। তবুও দেব পিছিয়ে যাননি। বরং তাঁর আমন্ত্রণে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন স্ক্রিনিং–এ। সম্প্রতি তাঁকে SIR প্রসঙ্গে ডাকা নিয়ে চলছিল নানা জল্পনা। গতকালের ইভেন্টে সেই বিষয়েও মুখ খোলেন অভিনেতা। তাঁর স্পষ্ট বক্তব্য... বাসচালকের ছেলে থেকে সুপারস্টার, বাড়ি থেকে পালিয়েই সাফল্যের গল্প লিখলেন অভিনেতা “আমাকে একা ডাকা হয়নি, আরও অনেকে নোটিশ পেয়েছেন। আমি নিয়ম মেনেই গিয়েছি। আমাদের দেশের নিয়ম-কানুন মানতেই হবে। এখনো নোটিশ হাতে পাইনি, তবে আসার কথা আছে। আমার মনে হয়, ১৪ তারিখ আমার হিয়ারিং হওয়ার কথা।” এদিকে গতকাল নিজের রাজনীতি কেরিয়ার এবং আসন্ন বিধানসভা নিয়েও মুখ খুললেন দেব। Dev-Jisshu: 'আমাকে কোলে করে আনবে দেব?' যীশুর মন্তব্যে নতুন চর্চা... রাজনীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দেব দেবের কথায়, এখন নির্বাচনের সময় যা হবে সব রাজনীতি। আমি যা বলব সেটা নিয়েও রাজনীতি হবে। আমি ১২ বছর ধরে রাজনীতি করছি। আমি আজ অবধি এমন কোনও মন্তব্য রাখিনি যেটা আমার দলের সম্মান নষ্ট করে। আমি এমন কিছু বলতে চাই না, আমার দেশের সংবিধানে যেটা কালো দাগ হোক। আমি আবারও চাই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসুক। এটার মধ্যে কোনও দ্বিমত নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 5:05 pm

Zodiac Negative Traits: কেউ স্বাচ্ছন্দ্যের গণ্ডি পেরোন না, কেউ আবার সকলের ওপর ছড়ি ঘোরান! ১২ রাশির খারাপ দিকগুলি জানুন

Zodiac Negative Traits: প্রতিটি মানুষের মধ্যেই যেমন কিছু ভালো গুণ থাকে, তেমনই থাকে কিছু খারাপ দিক। কেউই একেবারে নিখুঁত নন। মানুষের স্বভাব, আচরণ এবং সিদ্ধান্ত নেওয়ার ধরন অনেকাংশেই নির্ভর করে তাঁর মানসিক গঠন এবং অভ্যাসের ওপর। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মানুষের রাশিচক্র তাঁর ব্যক্তিত্বের ওপর গভীর প্রভাব ফেলে। যে কারণে একই পরিস্থিতিতে বিভিন্ন রাশির মানুষ ভিন্ন প্রতিক্রিয়া দেখান। ভালো দিকের পাশাপাশি প্রতিটি রাশির মধ্যেই কিছু না কিছু দুর্বলতা বা বদভ্যাস দেখা যায়, যা অনেক সময় জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায়। মেষ মেষ রাশির জাতক-জাতিকারা সাধারণত খুবই আবেগপ্রবণ হন। কোনও কাজ করার আগে গভীরভাবে ভাবার প্রবণতা এঁদের মধ্যে কম থাকে। মুহূর্তের আবেগে সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং পরে তার ফল ভোগ করতে হয়। সমস্যা বুঝেও অনেক সময় নিজেদের আচরণ বদলাতে চান না, যা তাঁদের জন্য বিপদের কারণ হয়ে ওঠে। আরও পড়ুন- মনের মানুষের 'চোখের তারা', প্রেম এসে কড়া নাড়ে এই ৩ রাশির মনের দরজায় বৃষ বৃষ রাশির মানুষরা স্বাচ্ছন্দ্য ভালোবাসেন। পরিচিত গণ্ডির বাইরে বেরোতে তাঁদের অনীহা থাকে। নতুন পরিবেশ বা নতুন চ্যালেঞ্জ এঁদের অস্বস্তিতে ফেলে। এই মানসিকতার কারণেই তাঁদের জীবনের অনেক ভালো সুযোগ হাতছাড়া হয়ে যায়। তবুও তাঁরা নিজেদের নিরাপদ পরিসর ভেঙে বেরোতে চান না। আরও পড়ুন- মুখোশধারী মানুষদের বদ উদ্দেশ্য চট করে ধরে ফেলেন এই ৪ রাশি, অভিনয় এঁদের সামনে টেকে না! মিথুন মিথুন রাশির ব্যক্তিদের সবচেয়ে বড় দুর্বলতা হল অস্থিরতা। একটিমাত্র কাজে মনোযোগ ধরে রাখতে তাঁদের কষ্ট হয়। একসঙ্গে অনেক কিছু করার আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত কোনওটিই ঠিকভাবে সম্পন্ন হয় না। এর ফলে আশপাশের মানুষের চোখে তাঁদের বিশ্বাসযোগ্যতা কমে যেতে পারে। আরও পড়ুন- একবার কষ্ট পেলে আর ফিরে তাকান না যে ৫ রাশি, কাঁদানোর ফল হয় ভয়ঙ্কর কর্কট কর্কট রাশির মানুষরা অত্যন্ত সংবেদনশীল। কেউ কষ্ট দিলে বা আঘাত করলে তা তাঁরা সহজে ভুলতে পারেন না। সেই স্মৃতি দীর্ঘদিন মনে জমে থাকে এবং ভবিষ্যতের সম্পর্কেও তার প্রভাব পড়ে। অতীতের কষ্ট ভুলে সামনে এগোতে না পারাই তাঁদের জীবনের বড় বাধা। আরও পড়ুন- মৌনী অমাবস্যা কবে, ১৮ না ১৯ জানুয়ারি? এর ধর্মীয় তাৎপর্যর কথা শুনলে আপনিও সঠিক তারিখের খোঁজ করবেন সিংহ সিংহ রাশির জাতক-জাতিকারা প্রশংসা এবং গুরুত্ব পেতে ভালোবাসেন। সব সময় নিজেকে কেন্দ্রবিন্দুতে দেখতে চান। প্রত্যাশামতো গুরুত্ব না পেলে তাঁদের মন খারাপ হয় এবং আচরণেও তার ছাপ পড়ে। এই স্বভাবের কারণে অনেক সময় কাছের মানুষদের সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি হয়। কন্যা কন্যা রাশির মানুষরা খুবই খুঁতখুঁতে হন। সব কিছু নিজের মনের মতো না হলে তাঁরা বিরক্ত হয়ে পড়েন। অন্যের মতামত সহজে গ্রহণ করতে চান না। নিজেদের দৃষ্টিভঙ্গিকেই সেরা বলে মনে করেন, যা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। তুলা তুলা রাশির সবচেয়ে বড় দুর্বলতা হল সিদ্ধান্তহীনতা। ছোট বা বড়, যে কোনও সিদ্ধান্ত নিতেই তাঁদের অনেক সময় লাগে। কী করবেন, কোনটা ঠিক হবে, এই দ্বিধার মধ্যে পড়ে সুযোগ হারানোর আশঙ্কা থাকে। বৃশ্চিক বৃশ্চিক রাশির ব্যক্তিরা নিয়ন্ত্রণ করতে ভালোবাসেন। সব কিছু নিজেদের মর্জিমতো চলুক, এই মানসিকতা এঁদের মধ্যে প্রবল। আশপাশের মানুষদের ওপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা অনেক সময় সম্পর্ককে জটিল করে তোলে। ধনু ধনু রাশির মানুষরা স্বাধীনচেতা হলেও প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে দুর্বল। কথা দিয়ে কথা না রাখার বদভ্যাস তাঁদের ওপর আস্থার অভাব তৈরি করতে পারে। নতুন অভিজ্ঞতার খোঁজে তাঁরা সহজেই পুরোনো বিষয় থেকে সরে যান। মকর মকর রাশির ব্যক্তিরা কাজপাগল। কাজের প্রতি এতটাই নিবেদিত থাকেন যে পরিবার বা নিজের জন্য সময় বের করতে পারেন না। এর ফলে কাছের মানুষদের মনে অভিমান জমে ওঠে। কুম্ভ কুম্ভ রাশির মানুষরা যুক্তিকে বেশি গুরুত্ব দেন। আবেগের মূল্য অনেক সময় বুঝতে পারেন না। কাছের মানুষের অনুভূতিকে উপেক্ষা করার কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। মীন মীন রাশির জাতক-জাতিকারা কল্পনার জগতে বাস করতে ভালোবাসেন। বাস্তবতার সঙ্গে যোগাযোগ কমে গেলে নানা জটিল পরিস্থিতিতে পড়তে হয়। আশপাশে কী ঘটছে, সে বিষয়ে উদাসীন থাকাই তাঁদের সমস্যার মূল কারণ। জ্যোতিষ মতে, এই খারাপ দিকগুলি জানা থাকলে মানুষ নিজের আচরণ সম্পর্কে সচেতন হতে পারেন। সচেতনতা থাকলে বদভ্যাস কাটিয়ে ওঠাও সম্ভব।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 5:04 pm

খাস কলকাতায় ‘ডিজিটাল অ্যারেস্টে’কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২, নজর গোপন চ্যাটেও

নদিয়ার হাঁসখালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 4:58 pm

এবার ফ্রান্সে কৃষক আন্দোলন, এবার প্যারিসের পথে ট্রাক্টর নিয়ে কৃষকরা

প্রায় একশটি ট্রাক্টর নিয়ে প্যারিসের রাস্তায় প্রবেশ করে কৃষকরা।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 4:52 pm

Purulia: অন্ধকার রাতে হাইরোডে দাঁড়িয়ে যুবতী! সাহায্য করতে গিয়ে যে এই ভয়ঙ্কর অবস্থা হবে ভাবতেই পারেননি বাপি

Purulia News: পুলিশ জানতে পারে, এই গোটা ঘটনার নীল নকশার মূলে রয়েছে নদিয়া জেলার ধানতলা থানার আড়ংঘাটা এলাকার বাসিন্দা তিথি বিশ্বাস নামে এক যুবতী। ধৃতদের বয়ান অনুযায়ী, ২০২৩ সালে জনপ্রিয় অনলাইন গেম 'ফ্রি ফায়ার' খেলার মাধ্যমে নির্মল ও তিথির আলাপ হয়। তারপর কী হল?

টিভি 9 বাংলা 8 Jan 2026 4:51 pm

Liquor seize |বিহার পাচারের আগেই পর্দাফাঁস! প্রায় ৯১ লক্ষ টাকার মদ সহ ট্রাক আটক, গ্রেপ্তার চালক

শিলিগুড়ি: নির্বাচনের আগে আন্তঃরাজ্য মদ পাচার চক্র রুখতে বড়সড়ো সাফল্য পেল আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি আবগারি স্টেশন (Naxalbari Excise) এবং বাগডোগরা আবগারি সার্কেলের (Bagdogra Excise Circle) যৌথ অভিযানে খড়িবাড়ি থানার ভজনপুর-চকরমারি এলাকা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সিকিমের মদ (Liquor seize)। এই ঘটনায় পাচারে ব্যবহৃত একটি ট্রাক সহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। […] The post Liquor seize | বিহার পাচারের আগেই পর্দাফাঁস! প্রায় ৯১ লক্ষ টাকার মদ সহ ট্রাক আটক, গ্রেপ্তার চালক appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Jan 2026 4:46 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত তিলক! পরিবর্ত কি গিল? তৈরি অন্য বিকল্পও

বিজয় হাজারের ম্যাচ খেলতে নেমে তলপেটে ব্যথা অনুভব করেন বাঁহাতি ব্যাটার।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 4:46 pm

তাঁকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি, আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের অতীত জানেন?

রাজ্য রাজনীতিতে এতদিন 'মেঘনাদে'র ভূমিকায় কাজ করেছেন প্রতীক।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 4:40 pm

Indian Cricket Team: অস্ত্রোপচার সফল, নিউজিল্যান্ড সিরিজের শেষে ফিরতে পারেন তিলক বর্মা

Tilak Varma: বৃহস্পতিবার বিসিসিআই সূত্রে বলা হয়েছে, চোট সেরে উঠতে তিলকের প্রায় তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ ম্যাচে ফিরতে পারেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুরোপুরি পাওয়া যাবে তিলককে। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সভাপতি জয়দেব শাহ এই ক্রিকেটারের চিকিৎসার বিষয়টি তদারকি করছেন।

টিভি 9 বাংলা 8 Jan 2026 4:39 pm

ED on Calcutta High Court: তদন্তে বাধা দেওয়ার অভিযোগ, হাইকোর্টে মামলা দায়ের ইডির

Kolkata: বৃহস্পতিবার সকালে দিল্লির আর্থিক প্রতারণা মামলায় I PAC এর কর্ণধার প্রতীক জৈনের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি হানা দেয়। ইডি আধিকারিকরা যখন ভিতরে ঢোকেন, তার ঘণ্টা খানেকের মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন পুলিশ কমিশনার মনোজ বর্মা। আর সিপি যাওয়ার খানিক পরপরই দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন সেখানে।

টিভি 9 বাংলা 8 Jan 2026 4:38 pm

Fitness Secret of Hrithik Roshan: ৫১ বছর বয়সেও ২৫-এর মতো পেশীবহুল শরীর, জানুন বলিউডের গ্রিক গডের ফিটনেস রহস্য

Fitness Secret of Hrithik Roshan: বলিউডে এমন কিছু অভিনেতা আছেন যাঁদের বয়স কেবল কাগজে-কলমেই বাড়ে, বাস্তবে তাঁদের ফিটনেস দেখে তা বিশ্বাস করা কঠিন। হৃতিক রোশন ঠিক তেমনই একজন অভিনেতা। ৫১ বছর বয়সেও তাঁর পেশীবহুল শরীর, টানটান চেহারা এবং শক্তিশালী উপস্থিতি বহু তরুণ অভিনেতাকেও পিছনে ফেলে দেয়। এই কারণেই তাঁকে বলিউডের 'গ্রিক গড' বলা হয়। অনেকেই মনে করেন, এমন শরীর কেবল জিনগত কারণেই সম্ভব। কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে দীর্ঘদিনের শৃঙ্খলা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং নির্দিষ্ট জীবনযাপন পদ্ধতি। হৃতিক রোশনের ফিটনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তাঁর খাবার খাওয়ার সময়সূচি। তিনি কখনও দীর্ঘ সময় না খেয়ে থাকেন না। বরং প্রতি আড়াই থেকে তিন ঘণ্টা অন্তর অল্প খাবার খান। এতে শরীরের শক্তির মাত্রা স্থির থাকে এবং বিপাকক্রিয়া সক্রিয় থাকে। তিনি রাতের খাবার খুব দেরিতে খান না। সাধারণত রাত নটার মধ্যেই তাঁর শেষ খাবার শেষ হয়ে যায়, যা শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেয়। আরও পড়ুন- বলের মতো নরম এবং তুলতুলে রুটি বানাতে এই ৭টি কথা অবশ্যই মনে রাখুন! হৃতিক রোশনের খাদ্যতালিকা খুবই ভারসাম্যপূর্ণ। তাঁর প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকে, যা পেশী গঠনের জন্য অত্যন্ত জরুরি। পাশাপাশি থাকে শর্করা ও আঁশ, যাতে শরীর প্রয়োজনীয় শক্তি পায় এবং হজম ব্যবস্থা ঠিক থাকে। স্বাস্থ্যকর চর্বিও তাঁর খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ। এই সমন্বয়ের ফলে তাঁর শরীর শক্তিশালী হলেও ভারী বা ক্লান্ত দেখায় না। আরও পড়ুন- মুখোশধারী মানুষদের বদ উদ্দেশ্য চট করে ধরে ফেলেন এই ৪ রাশি, অভিনয় এঁদের সামনে টেকে না! তিনি সাদা মাছ, ডিম, মুরগির মাংস এবং বিভিন্ন ধরনের ডাল নিয়মিত খান। শাকসবজি, ওটস, কুইনো এবং জোয়ারের রুটি তাঁর প্রতিদিনের খাবারের অংশ। দই, শুকনো ফল এবং বীজ থেকে তিনি স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করেন। পাশাপাশি মাছ এবং ডিমের মাধ্যমে শরীর পায় প্রয়োজনীয় ওমেগা উপাদান, যা পেশী এবং হৃদ্‌যন্ত্রের জন্য উপকারী। আরও পড়ুন- সদর দরজায় এই ৪ জিনিস রাখলেই অশুভ শক্তি ঢুকতে পারবে না, বাড়িতে বাড়বে পজিটিভ এনার্জি! এত কড়াকড়ির মাঝে হৃতিক রোশন নিজেকে পুরোপুরি বঞ্চিত করেন না। তিনি পিৎজা এবং বার্গার খেতে পছন্দ করেন। আর, সেগুলির ক্ষেত্রেও বিকল্প বেছে নেন। বিশেষ দিনে তিনি তন্দুরি এবং বারবিকিউ পদ্ধতিতে তৈরি খাবার খান, যাতে অপ্রয়োজনীয় তেল কম থাকে। মিষ্টির ক্ষেত্রেও তিনি এমন খাবার পছন্দ করেন, যা প্রোটিনসমৃদ্ধ এবং শরীরের ক্ষতি করে না। আরও পড়ুন- একবার কষ্ট পেলে আর ফিরে তাকান না যে ৫ রাশি, কাঁদানোর ফল হয় ভয়ঙ্কর হৃতিক রোশন পরিশোধিত চিনি, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এবং ক্ষতিকর তেলে তৈরি খাবার এড়িয়ে চলেন। তাঁর মতে, শরীরকে সুস্থ রাখতে হলে নিয়মিত কী খাচ্ছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি ডাল, ভাত, রুটি এবং সাধারণ সবজি খেতে ভালবাসেন। তাঁর প্রিয় খাবারের তালিকায় মুগ ডাল, ঢেঁড়স, জোয়ারের রুটি এবং দই বিশেষ জায়গা করে নিয়েছে। প্রতিটি ক্ষেত্রেই শৃঙ্খলা তবে হৃতিক রোশনের ফিটনেসের রহস্য কেবল খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রেই শৃঙ্খলা রয়েছে। নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক স্থিরতা বজায় রাখার চেষ্টা তাঁর দৈনন্দিন অভ্যাসের অংশ। এই কারণেই তিনি আজও তরুণ অভিনেতাদের সঙ্গে সমান তালে কাজ করতে পারেন এবং পর্দায় নিজেকে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে পারেন। হৃতিক রোশনের জীবনযাপন প্রমাণ করে দেয়, বয়স কখনও ফিটনেসের পথে বাধা হতে পারে না। সঠিক নিয়ম, ধৈর্য এবং ধারাবাহিকতা থাকলে যে কেউ দীর্ঘদিন সুস্থ এবং কর্মক্ষম থাকতে পারেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 4:38 pm

‘আমি আর ফিরছি না…’, ‘খাদান’ নিয়ে কোন খারাপ খবর দিলেন যীশু?

২০২৫-এর বড়দিনে মুক্তি পেয়েছিল 'খাদান'। এই ছবির দ্বিতীয় ভাগ আসবে, সে ঘোষণা হয়ে গিয়েছে। তবে গল্প কী হবে, প্রথম গল্পের সঙ্গে কীভাবে তার যোগ থাকবে, তা এখনও ঘোষণা করা হয়নি। 'খাদান' ছবিতে নজর কেড়েছিলেন যীশু সেনগুপ্ত। তাই নতুন ছবিতে যীশুকে দেখার ইচ্ছা রয়েছে অনুরাগীদের।

টিভি 9 বাংলা 8 Jan 2026 4:34 pm

ED Raid, Trinamool: তৃণমূলের নামে নথিভুক্ত গাড়িতে তোলা হল কোন কোন ফাইল?

ED Raid, TMC, Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর প্রবেশ করার কিছুক্ষণ পরই দেখা গেল এক ব্যক্তিকে। তিনি বেশ কিছু ফাইল নিয়ে এসে রাখলেন একটি সাদা এসইউভি গাড়িতে। সেই ফাইলে দেখা গেল লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও এই গাড়িতে কোথাও লেখা নেই এটি সরকারি গাড়ি।

টিভি 9 বাংলা 8 Jan 2026 4:27 pm

ম্যাসাজের ছুতোয় বিছানায় টেনে যৌন হেনস্তা! কোচের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান নাবালিকা শুটারের

কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন অভিযুক্ত কোচ।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 4:26 pm

Alipurduar |শিলতোর্ষার চরে ‘মাফিয়া’ রাজ! ভিটে রক্ষায় রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা, পাচার বন্ধ করল পুলিশ

ফালাকাটা: প্রশাসনের নজরদারি এড়িয়ে আলিপুরদুয়ার (Alipurduar News) ১ ব্লকের শিলতোর্ষা নদীর (Shiltorsha River) চর থেকে অবাধে চলছে মাটি ও বালি পাচার (Soil Smuggling)। দিন-রাত ট্রাক এবং ট্র্যাক্টর বোঝাই করে সরকারি খাস জমির মাটি লুঠের অভিযোগে অবশেষে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের (Alipurduar) পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গারারজোত এলাকায় এই পাচার রুখতে রুখে দাঁড়ান স্থানীয়রা। […] The post Alipurduar | শিলতোর্ষার চরে ‘মাফিয়া’ রাজ! ভিটে রক্ষায় রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা, পাচার বন্ধ করল পুলিশ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Jan 2026 4:26 pm

‘পরিবারের সঙ্গে কি লড়াই করা যায়?’, ভাই ফয়জালকে নিয়ে বিস্ফোরক আমির খান

দীর্ঘদিনের পারিবারিক বিবাদ এবং ফয়জালের পক্ষ থেকে আনা গুরুতর সব অভিযোগের পর অবশেষে নীরবতা ভাঙলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাই ফয়জালের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া নিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন আমির খান।

টিভি 9 বাংলা 8 Jan 2026 4:21 pm

Ijtema 2026: একজন মুসলমানের কাছে কেন গুরুত্বপূর্ণ ‘ইজতেমা’?

Islamic Congregation: ইজতেমার মূল উদ্দেশ্য হলো ঈমানের মজবুতি, সুন্নাহর অনুসরণ এবং দ্বীনের দাওয়াত। এখানে আলেম ও দাঈগণ তাকওয়া, তাওবা, ইখলাস, নামাজ, জিকির, কুরআন তিলাওয়াত এবং আখিরাতের জবাবদিহি নিয়ে 'বয়ান' (ধর্মীয় ভাষণ) প্রদান করেন।

টিভি 9 বাংলা 8 Jan 2026 4:07 pm

Weight Loss Tips |মেদ ঝরাতে রোজ সকালে দারুচিনি-জল খান? কাঙ্ক্ষিত ফল পেতে এড়িয়ে চলুন এই ভুলগুলি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওজন কমাতে ডায়েটে দারুচিনি রাখা অত্যন্ত কার্যকর। এটি শুধু বিপাকের হার (Metabolism) বাড়ায় না, বরং হজমশক্তি উন্নত করতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বক ভালো রাখে ও শরীরকে বিষমুক্ত (Detox) করে। অনেকেই মেদ ঝরাতে সকালে দারুচিনি-জল খান। তবে সঠিক নিয়ম না মানলে এর পুষ্টিগুণ শরীরে পৌঁছোয় […] The post Weight Loss Tips | মেদ ঝরাতে রোজ সকালে দারুচিনি-জল খান? কাঙ্ক্ষিত ফল পেতে এড়িয়ে চলুন এই ভুলগুলি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Jan 2026 4:05 pm

জনতাকে উসকানি, গাছে ঝুলিয়ে অগ্নিসংযোগ, দীপু হত্যায় গ্রেপ্তার মূল অভিযুক্ত শিক্ষক

Bangladesh: গত ১৮ ডিসেম্বর রাত খুন হন দীপু।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 4:03 pm

Subhashree Ganguly: কনকনে ঠান্ডায় ডাবিংয়ে শুভশ্রী, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ওয়েটিং রুম’-এ নারীশক্তি!

কনকনে ঠাণ্ডার সকালে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা গেল নতুন ছবির ডাবিংয়ে। নতুন বছরে মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ছবি ‘ওয়েটিং রুম’ (Wating Room)। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনা করা শেষে মুক্তিপ্রাপ্ত ছবি দেব-শুভশ্রী জুটি ধূমকেতু (Dhumketu) দর্শকের মধ্যে ব্যপক সাড়া ফেলে। তারপর থেকে দর্শকরা মুখিয়ে আছেন যে ফের কবে আবার দেব-শুভশ্রীকে বড় পর্দায় একসঙ্গে দেখতে পাবে। তবে তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখতে পাওয়ার গুঞ্জনের মধ্যেই নতুন বছরে শুভশ্রীকে (Subhashree Ganguly) বড় পর্দায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'ওয়েটিং রুম' সিনেমায় মুখ্য চরিত্রে। ছবিটি নতুন বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাই শুটিং শেষে এই হাড়হিম করা ঠাণ্ডার সকালেও ডাবিংয়ের কাজে ব্যস্ত অভিনেত্রী। আরও পড়ুন: জানুয়ারিতেই বাংলা ছবির বড় রিলিজ, মুক্তি পাচ্ছে ‘নারী চরিত্র বেজায় জটিল’, টেক্কা দেবে প্রজাপতি-২ কেও? ‘ওয়েটিং রুম’ ছবিতে (Waiting Room Movie) শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের লুক দেখে চমকে উঠেছেন দর্শকরা। সম্পূর্ণ একটি ভিন্ন চরিত্রে শুভশ্রীকে দেখা গিয়েছে হাতে রক্তাক্ত ছুরি, মুখে রক্তের ছোপ এবং জলে ভেজা চোখ, তবে সেই চোখে রয়েছে প্রতিশোধের আগুন। শুভশ্রীর এমন লুক আগে কখনও দেখেননি তাঁর ভক্ত ও অনুরাগীরা। সিনেমাটি মূলত একটি সোশ্যাল ড্রামা যেখানে ফুটে উঠবে দিপা নামের এক নারীর জীবন সংগ্রাম ও আবেগঘন যাত্রাপথ। যার জীবনের ২৫ বছরের সফর ফুটে উঠবে গল্পে। সব মিলিয়ে অন্যরকম স্বাদের সিনেমা ওয়েটিং রুম আসতে চলেছে। আরও পড়ুন: ১৪ তারিখ হিয়ারিং! দেশু প্রসঙ্গে অন্যদের প্রশ্ন না করতে অনুরোধ দেবের, আর কী কী বললেন? ‘ওয়েটিং রুমে’র শুটিং শুরু হয়েছে গতবছর ২২ অক্টোবর থেকে। শুভশ্রীর পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, অন্যনা বন্দোপাধ্যায়, রেশ্মি সেন সহ আরও অনেককে। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন ইন্দ্রজিৎ দাশগুপ্ত। কৌশিক গঙ্গোপাধ্যায় বলছেন, “এই ছবিটি নারীশক্তির উদযাপন। এক নারীর ঘুরে দাঁড়ানোর গল্প। যেখানে রয়েছে সামাজিক বার্তাও। আর এই চরিত্রে শুভশ্রী ছাড়া কাউকে ভাবতেই পারিনি। ওর মধ্যে মাতৃত্ববোধ আছে, নিষ্ঠা আছে, আগ্রহ আছে যা এই ছবির জন্য একদম প্রয়োজনীয়।”

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 4:03 pm

TRP’তে সেরার সেরা ‘পরশুরাম’, সূচাগ্র মেদিনী ছাড়লো না ‘রাঙামতী’, ‘বিদ্যা ব্যানার্জি’দের

দেখে নিন এই সপ্তাহের টিআরপি তলিকা।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 4:03 pm

Reno 15 সিরিজ ভারতের বাজারে ঝড় তুলল, রয়েছে 200MP ক্যামেরা, আরও অনেক

চিনা স্মার্টফোন নির্মাতা Oppo ভারতে তাদের জনপ্রিয় Reno সিরিজের নতুন লাইনআপ নিয়ে এসেছে। নতুন Reno 15 সিরিজে মোট চারটি ফোন রয়েছে, যার মধ্যে রয়েছে Oppo Reno 15, Reno 15 Pro, Reno 15 Pro Mini এবং Reno 15c। এটি গত বছরের Reno 14 সিরিজের আপগ্রেড, এবং দীর্ঘদিন পর Oppo চারটি ফোন একসঙ্গে লঞ্চ করল। এর আগে ২০১৯ সালে কোম্পানি Reno 2 সিরিজের চারটি ফোন লঞ্চ করেছিল। Oppo Reno 15c এর দাম ও বৈশিষ্ট্য: Reno 15c দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এবং দুটি রঙে পাওয়া যাচ্ছে – Afterglow Pink এবং Twilight Blue। ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩৪,৯৯৯ টাকা, আর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩৭,৯৯৯ টাকা। ফোনে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট ব্যবহার করা হয়েছে, 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট করে। 6,500mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। পিছনে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য ফ্রন্টে 50MP ক্যামেরা রয়েছে। The #OPPOReno15Series pricing is now official: • OPPO Reno15c 5G starting at ₹34,999 • OPPO Reno15 5G starting at ₹45,999 • OPPO Reno15 Pro Mini 5G starting at ₹59,999 • OPPO Reno15 Pro 5G starting at ₹67,999 #TravelWithReno #AIPortraitCamera #LiveItYourWay pic.twitter.com/iOhxPXh6RU — OPPO India (@OPPOIndia) January 8, 2026 Oppo Reno 15 এর দাম ও বৈশিষ্ট্য: Reno 15 তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ ৮ জিবি + ২৫৬ জিবি (৪৫,৯৯৯ টাকা), ১২ জিবি + ২৫৬ জিবি (৪৮,৯৯৯ টাকা) এবং ১২ জিবি + ৫১২ জিবি (৫৩,৯৯৯ টাকা)। পাশাপাশি তিনটি রঙের বিকল্প উপলব্ধ, গ্লেসিয়ার হোয়াইট, অরোরা ব্লু এবং টোয়াইলাইট ব্লু। এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট, 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। পাশাপাশি থাকছে 6,500mAh ব্যাটারি এবং 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। 6.59-ইঞ্চি LTPS AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট সহ কর্নিং গরিলা গ্লাস 7i সুরক্ষা। Oppo Reno 15 Pro Mini ও Reno 15 Pro: Reno 15 Pro Mini দুটি স্টোরেজ ভেরিয়েন্টে (১২ জিবি + ২৫৬ জিবি – ৫৯,৯৯৯ টাকা, ১২ জিবি + ৫১২ জিবি – ৬৪,৯৯৯ টাকা) এবং তিনটি রঙে (Glacial White, Aurora Blue, Twilight Blue) পাওয়া যাচ্ছে। Reno 15 Pro দুটি স্টোরেজ ভেরিয়েন্টে (১২ জিবি + ২৫৬ জিবি – ৬৭,৯৯৯ টাকা, ১২ জিবি + ৫১২ জিবি – ৭২,৯৯৯ টাকা) এবং দুটি রঙে (Sunrise Gold, Cocoa Brown Blue) উপলব্ধ। উভয় প্রো মডেলে রয়েছে ৬.৭৮ ইঞ্চি (Pro) এবং ৬.৩২ ইঞ্চি (Pro Mini) AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ৭। MediaTek Dimensity 8450 প্রসেসর, ১২GB RAM এবং ৫১২GB স্টোরেজ রয়েছে। পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে 200MP প্রাইমারি OIS ক্যামেরা, 50MP আল্ট্রা-ওয়াইড এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাটারি যথাক্রমে 6,500mAh এবং 6,200mAh, উভয়েই 80W SuperVOOC ফাস্ট চার্জিং সমর্থন করে। সব ফোনই Android 16-এ বেসড ColorOS 16-এ চলে। আরও পড়ুন- হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে আরও পড়ুন- ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি ! আরও পড়ুন- এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 4:01 pm

বাংলাদেশি হিন্দু মেয়ের ভারতের কাছে সাহায্য চাওয়ার ভাইরাল ভিডিও AI নির্মিত

বুম ভাইরাল ভিডিওটি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয়েছে সেটি এআই দিয়ে তৈরি।

বুমলাইভ 8 Jan 2026 3:58 pm

অসুস্থ দেবলীনাকে দেখতে হাসপাতালে মদন মিত্র, ট্রোলারদের ‘জন্তু’বললেন বিধায়ক

Madan Mitra: কেমন আছেন এখন দেবলীনা নন্দী?

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 3:58 pm

Recipe |দোকানের স্বাদ এবার বাড়িতেই! বিকেলের জলখাবারের জন্য অনায়াসেই বানিয়ে ফেলুন ‘চকোলেট বান’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোকানের কেনা খাবারে অনেক সময় মান ও পরিচ্ছন্নতা নিয়ে মনে প্রশ্ন জাগে। তাই পরিবারের স্বাস্থ্য ও রুচির কথা মাথায় রেখে বাড়িতেই তৈরি করে নিতে পারেন জিভে জল আনা বেকিং আইটেম। বিকেলের আড্ডায় বা বাচ্চার স্কুলের টিফিনে চমক দিতে অনায়াসেই বানিয়ে ফেলুন নরম তুলতুলে ‘চকোলেট বান’। রইল রেসিপি (Recipe)। উপকরণ: ৩ কাপ […] The post Recipe | দোকানের স্বাদ এবার বাড়িতেই! বিকেলের জলখাবারের জন্য অনায়াসেই বানিয়ে ফেলুন ‘চকোলেট বান’ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Jan 2026 3:49 pm

ভেনেজুয়েলার তেল বেচবেন ট্রাম্পই, মুনাফাও নিজেদের পকেটে! সাফ কথা মার্কিন আধিকারিকের

লুকোছাপা না করেই প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন ট্রাম্প প্রশাসনের আধিকারিকেরা।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 3:49 pm

I PAC ED RAID: ‘ক্ষমতার বলে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে’, কোন মামলায় তদন্ত চলছিল? কোন ফাইল নিয়ে বেরোলেন মমতা? মুখ খুলেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ED-র

I PAC ED RAID: মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব এবার ইডির। ইডির বক্তব্য, ক্ষমতার বলে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে। সাংবিধানিক ব্যক্তি ক্ষমতার বলে বেআইনিভাবে ঢুকে নথি ছিনিয়ে নিয়েছেন। পাল্টা অভিযোগ করেছে ইডি। ইডির বক্তব্য, কয়লা দুর্নীতির তদন্ত হচ্ছে। এটা আর্থিক দুর্নীতি মামলায় স্বাভাবিক প্রক্রিয়া।

টিভি 9 বাংলা 8 Jan 2026 3:48 pm

নজির গড়ে সেঞ্চুরি রুতুরাজের, বিজয় হাজারেতে বঞ্চনার জবাব ‘ব্রাত্য’সরফরাজেরও

বিজয় হাজারের অন্য ম্যাচে তাণ্ডব চালান হার্দিক পাণ্ডিয়াও।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 3:46 pm

Income Tax: আপনার অনলাইন শপিংয়ের উপরে নজর রাখছে আয়কর বিভাগ?

PIB Fact Check: আয়কর আইন ২০২৫-র ২৪৭ ধারায় আয়কর বিভাগকে তল্লাশি ও সমীক্ষার অধিকার দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে। যদি আয়কর ফাঁকি বা অন্য কোনও তথ্যের গরমিল পাওয়া যায় এবং সরকারিভাবে তল্লাশি শুরু হয়, তাহলে আয়কর বিভাগ প্রয়োজনে কারোর ডিজিটাল স্পেস বা ডিজিটাল মাধ্যমেও নজর রাখতে পারে।

টিভি 9 বাংলা 8 Jan 2026 3:45 pm

Bank Fraud: সরল বিশ্বাসে OTP দিতেই সব শেষ! কয়েক মিনিটেই গোটা জীবনের সঞ্চয় হারিয়ে মাথায় হাত সবজি বিক্রেতার

Nadia: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ফনি দাসের মোবাইলে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে এক ব্যক্তি নিজেকে একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী হিসেবে পরিচয় দেয়। ব্যাঙ্কের নানা নথিপত্র আপডেট করার নাম করে ফনি দাসের কাছে তাঁর ব্যক্তিগত তথ্য ও ফোনে আসা ওটিপি (OTP) নম্বর জানতে চায় ওই প্রতারক।

টিভি 9 বাংলা 8 Jan 2026 3:44 pm

Suvendu Adhikari |তদন্তে বাধা দিচ্ছেন মুখ্যমন্ত্রী! আইপ্যাক কাণ্ডে মমতা-সিপির বিরুদ্ধে চরম পদক্ষেপের দাবি শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার কয়লা পাচার মামলায় ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ি ও আইপ্যাকের অফিসে ইডির (ED raid I-PAC) হানাকে কেন্দ্র করে নজিরবিহীন নাটকীয় পরিস্থিতির সাক্ষী থাকল তিলোত্তমা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই অভিযানকে ‘রাজনৈতিক ডাকাতি’ বলে সরব হয়েছেন, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একে ‘অসাংবিধানিক’ […] The post Suvendu Adhikari | তদন্তে বাধা দিচ্ছেন মুখ্যমন্ত্রী! আইপ্যাক কাণ্ডে মমতা-সিপির বিরুদ্ধে চরম পদক্ষেপের দাবি শুভেন্দুর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Jan 2026 3:43 pm

Love Horoscope Signs: মনের মানুষের 'চোখের তারা', প্রেম এসে কড়া নাড়ে এই ৩ রাশির মনের দরজায়

Love Horoscope Signs: ভালবাসা এমন এক অনুভূতি, যা জীবনের রং বদলে দিতে পারে। কাউকে আপন করে নেওয়া, তাঁর ভালমন্দ বোঝা, নির্ভরতার জায়গা তৈরি করা—এই সবকিছু মিলিয়েই সম্পর্ক পূর্ণতা পায়। কিন্তু বাস্তবে দেখা যায়, সবাই এই সুখের স্বাদ পান না। অনেক সম্পর্ক শুরুতেই ভেঙে যায়, আবার কিছু সম্পর্ক সময়ের সঙ্গে তিক্ততায় ভরে ওঠে। তার অন্যতম কারণ হল দু'জন মানুষের মধ্যে বোঝাপড়ার অভাব। তবে জ্যোতিষ শাস্ত্র বলছে, রাশিচক্রের কিছু মানুষ আছেন যাঁদের জীবনে ভালবাসা খুব স্বাভাবিকভাবেই ধরা দেয়। সম্পর্কে তাঁদের খুব বেশি কষ্ট পেতে হয় না। বরং তাঁরা কাছের মানুষের কাছে হয়ে ওঠেন, 'চোখের তারা'। মিথুন মিথুন রাশির জাতক-জাতিকারা স্বভাবতই মিশুকে এবং প্রাণবন্ত। এঁদের সঙ্গে কথা বলা বা সময় কাটানো বেশিরভাগ মানুষের কাছেই আরামদায়ক মনে হয়। নিজের চিন্তাভাবনা এবং অনুভূতি সহজে প্রকাশ করতে পারার ক্ষমতা মিথুন রাশির মানুষের সবচেয়ে বড় শক্তি। এই কারণেই সঙ্গীর সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি হয় না। সম্পর্কের মধ্যে তাঁরা সব সময় খোঁজখবর নেন, ছোটখাটো বিষয়েও যত্নশীল থাকেন। এর ফলে সঙ্গীর মনে নিরাপত্তার অনুভূতি তৈরি হয়। মিথুন রাশির মানুষ যেমন ভালবাসতে জানেন, তেমনই ভালবাসা ধরে রাখতেও জানেন। তাই সম্পর্কে তাঁদের বিশেষ মানসিক আঘাত পেতে হয় না। আরও পড়ুন- মুখোশধারী মানুষদের বদ উদ্দেশ্য চট করে ধরে ফেলেন এই ৪ রাশি, অভিনয় এঁদের সামনে টেকে না! সিংহ সিংহ রাশির মানুষদের ব্যক্তিত্ব আলাদা করে নজর কাড়ে। আত্মবিশ্বাসী চালচলন, স্পষ্ট কথা বলা এবং নিজের অবস্থানে অটল থাকার গুণ তাঁদের অন্যদের থেকে আলাদা করে তোলে। সাধারণ জীবনে তাঁরা কারও সামনে সহজে মাথা নোয়ান না, কিন্তু ভালবাসার ক্ষেত্রে এই রাশির মানুষদের মন অত্যন্ত উদার। সঙ্গীর জন্য তাঁরা অনেক ত্যাগ স্বীকার করতেও পিছপা হন না। এর বদলে সঙ্গীরাও সিংহ রাশির মানুষদের ভালবাসায় আগলে রাখেন। সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব বেশি জটিলতার মুখোমুখি হতে হয় না, কারণ তাঁদের সঙ্গীরা সাধারণত তাঁদের মনের কথা বোঝার চেষ্টা করেন। আরও পড়ুন- একবার কষ্ট পেলে আর ফিরে তাকান না যে ৫ রাশি, কাঁদানোর ফল হয় ভয়ঙ্কর তুলা তুলা রাশির জাতক-জাতিকারা যুক্তিবাদী হলেও আবেগকে কখনও অবহেলা করেন না। এই ভারসাম্যই তাঁদের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় সম্পদ। তুলা রাশির মানুষ অন্যের কথা মন দিয়ে শোনেন এবং বোঝার চেষ্টা করেন। সেই কারণে সহজেই মানুষের মনে জায়গা করে নিতে পারেন। অনেক সময় দেখা যায়, তুলা রাশির মানুষদের ভালবাসা খুঁজতে হয় না, বরং ভালবাসাই তাঁদের খুঁজে নেয়। সম্পর্কে তাঁরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকেন। সঙ্গীর ভালমন্দের প্রতি সংবেদনশীল হওয়ায় তাঁদের সম্পর্ক সাধারণত স্থিতিশীল এবং সুখী হয়। আরও পড়ুন- মৌনী অমাবস্যা কবে, ১৮ না ১৯ জানুয়ারি? এর ধর্মীয় তাৎপর্যর কথা শুনলে আপনিও সঠিক তারিখের খোঁজ করবেন এই তিন রাশির মানুষের জীবনে একটি বিষয় খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তাঁরা সম্পর্কে শুধু নিজের চাহিদার কথা ভাবেন না, বরং সঙ্গীর অনুভূতিকেও সমান গুরুত্ব দেন। এই মানসিক পরিপক্বতাই তাঁদের সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে। তাই জ্যোতিষ মতে, মিথুন, সিংহ এবং তুলা রাশির জাতক-জাতিকারা প্রেমের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি ভাগ্যবান হন। আরও পড়ুন- বাস্তবের 'সত্যবাদী যুধিষ্ঠির'! পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মিথ্যার আশ্রয় নেন না এই ৪ রাশি তবে মনে রাখা দরকার, সম্পর্কের সাফল্য শুধু রাশির ওপর নির্ভর করে না। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং বোঝাপড়াই যে কোনও সম্পর্কের আসল ভিত্তি। তবুও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই তিন রাশির মানুষের জীবনে ভালবাসা একটু সহজ পথে আসে, আর সেই কারণেই তাঁরা হয়ে ওঠেন মনের মানুষের চোখের তারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 3:40 pm

কনটেন্ট ক্রিয়েটার হতে চাও? অরিজিতের ‘সহজ পাঠ’, ‘উপার্জন নয়, লক্ষ্য হোক নিজেকে মেলে ধরা’

জীবনে এগিয়ে চলার মন্ত্র তিনি জানিয়ে গেলেন পড়ুয়াদের।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 3:39 pm

পুলিশি অভিযানে লাঠির আঘাত! প্রৌঢ়ার মৃত্যুতে চাঞ্চল্য খড়গপুরে

পুলিশের মারেই এই প্রৌঢ়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ।পুলিশের মারেই এই প্রৌঢ়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 3:38 pm

Tea Board |অ্যাকাউন্টে টাকা দেওয়ার ভাবনা, শ্রমিকদের তথ্য নিচ্ছে টি বোর্ড

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: কেন্দ্রের বরাদ্দকৃত ৩১৩.৩০ কোটি টাকা সরাসরি চা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে টি বোর্ড (Tea Board) চিন্তাভাবনা শুরু করল বলে মনে করা হচ্ছে। শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট সহ নানা তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা নামের ওই প্রকল্পটিতে ২০২১-’২২ অর্থবর্ষের বাজেটে অসম ও পশ্চিমবঙ্গের চা […] The post Tea Board | অ্যাকাউন্টে টাকা দেওয়ার ভাবনা, শ্রমিকদের তথ্য নিচ্ছে টি বোর্ড appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Jan 2026 3:32 pm

‘ভাইজান’মুস্তাফিজুরের পাশে শাহিন! ভারতকে ‘অখেলোয়াড়ি’বলে তোপ পাক পেসারের

'ফাঁকা কলসির আওয়াজ বেশি', শাহিনকে তোপ নেটিজেনদের।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 3:25 pm

Sitalkuchi |পদ্ম ঘাঁটিতে তৃণমূলে দ্বন্দ্বের চোরাস্রোত, শীতলকুচির রাশ থাকবে কার হাতে?

শিবশংকর সূত্রধর এবং বিশ্বজিৎ সাহা, শীতলকুচি: কোচবিহারের রাজনীতিতে যাঁর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় অথচ যিনি কোনওদিনই সক্রিয় রাজনীতির অংশ ছিলেন না তিনি মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা। তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি, সিপিএম হোক বা অন্য কেউ, ক্ষমতার রাজনীতিতে পা রাখার আগে প্রত্যেককেই যেন পঞ্চাননের দরবারে মাথা নোয়াতেই হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা সভামঞ্চে পঞ্চানন […] The post Sitalkuchi | পদ্ম ঘাঁটিতে তৃণমূলে দ্বন্দ্বের চোরাস্রোত, শীতলকুচির রাশ থাকবে কার হাতে? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Jan 2026 3:21 pm

মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিল ইডি, হাই কোর্টের দ্বারস্থ তদন্তকারী সংস্থা

শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 3:20 pm

NBU |আপাতত অনিশ্চয়তার অবসান, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে কাটল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-জট

শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা (NBU) নিয়ে জটিলতা আপাতত কাটল। মঙ্গলবার দীর্ঘ বৈঠক করেও সমস্যার সমাধানের পথ বের করতে ব্যর্থ হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে লক্ষাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে বড়সড়ো প্রশ্নচিহ্ন দেখা দেয়। সে খবর প্রকাশিত হতেই উত্তরবঙ্গজুড়ে হইচই পড়ে যায়। বিভিন্ন কলেজের অধ্যক্ষরা সরাসরি শিক্ষা দপ্তরে অভিযোগ জানান। স্বাভাবিকভাবে অভিভাবকরাও চিন্তিত হয়ে […] The post NBU | আপাতত অনিশ্চয়তার অবসান, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে কাটল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-জট appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Jan 2026 3:09 pm

ED’s allegation |‘সাংবিধানিক পদের অপব্যবহার করে ফাইল ছিনতাই’, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পালটা অভিযোগ ইডি-র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) মুখে সরগরম রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার কয়লা পাচার মামলার তদন্তে ভোটকুশলী সংস্থা আই-প্যাকের (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED raid at I-PAC)। এই ঘটনাকে ‘রাজনৈতিক ডাকাতি’ বলে আখ্যা দিয়ে ময়দানে নামেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সমস্ত […] The post ED’s allegation | ‘সাংবিধানিক পদের অপব্যবহার করে ফাইল ছিনতাই’, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পালটা অভিযোগ ইডি-র appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Jan 2026 3:06 pm

“পার্টি অফিসে ঢুকে এটা করা যায় না”, I-PAC দফতরে ED হানায় রেগে অগ্নিশর্মা মমতা!

Mamata Banerjee-ED: কয়লা কেলেঙ্কারির পুরনো একটি মামলায় বৃহস্পতিবার রাজ্যে জোরদার অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ভোটকৌশল সংস্থা আইপ্যাক এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এদিন তল্লাশি অভিযান চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী দাবি করেন, আইপ্যাক তৃণমূল কংগ্রেসের একটি অথরাইজড টিম। তাঁর কথায়, “একটা পার্টি অফিসে ঢুকে এভাবে অভিযান চালানো যায় না। আইপ্যাক তৃণমূলের অথরাইজড টিম।” আরও পড়ুন- Mamata Banerjee: এক ঘণ্টা নিঃশব্দ আইপ্যাক অফিসে, বেরিয়েই আগুন ঝরালেন মমতা, ED হানা নিয়ে BJP-কে তুলোধনা বৃহস্পতিবার সকাল থেকে সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাক সংস্থার দফতরে তল্লাশি অভিযান শুরু করে ইডি। খবর পেয়ে পরে ওই অফিসে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, ইডি দলের গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে চলে গিয়েছে। আরও পড়ুন- হাসপাতালের পিছনের বাগানে পড়ে রক্তাক্ত মহিলা,পাশেই চুপটি করে শুয়ে তিন বছরের শিশু, বাংলার বুকে তোলপাড় ফেলা ঘটনা মুখ্যমন্ত্রী বলেন, “পার্টির কাগজপত্র নিয়ে চলে গিয়েছে। টেবিলগুলো সব ফাঁকা পড়ে রয়েছে। আমি যখন খবর পেলাম যে এজেন্সি এসেছে, তখন খোঁজ নিয়েছিলাম কেন তারা এসেছে। পরে জানতে পারি, আমাদের দলের ইলেকশন স্ট্র্যাটেজি লুট করতে এসেছে। এটা কখনওই গণতন্ত্র হতে পারে না।” এর আগে বৃহস্পতিবার সকালে আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি। সেই খবর পেয়েই মুখ্যমন্ত্রী কলকাতার লাউডগা সিটি পথের ওই বাড়িতে পৌঁছে যান। সূত্রের খবর, প্রতীক জৈনের বাড়িতে কিছুক্ষণ থাকার পর মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে আসেন। আরও পড়ুন- Suvendu Adhikari: “মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি মিলবে”, I-PAC-এ ED হানা ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু প্রত্যক্ষদর্শীদের মতে, প্রতীক জৈনের বাড়িতে প্রবেশের সময় মুখ্যমন্ত্রী খালি হাতে ছিলেন। তবে বেরোনোর সময় তাঁর হাতে একটি সবুজ রঙের ফাইল এবং একটি ল্যাপটপ দেখা যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ইডি তাঁদের দলের গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করছিল। তাঁর বক্তব্য, “ওরা আমাদের দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল। আমি সেগুলো নিয়ে এসেছি।” এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ইডির অভিযানের সময় আইপ্যাক অফিস ও কর্ণধারের বাড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং তাঁর অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 3:02 pm

গোরস্থানে উদ্দাম যৌনতা, যশের ‘টক্সিক’ধামাকায় নেটপাড়া বলছে, ‘অ্যানিম্যাল, ধুরন্ধর-এর বাবা’

'টক্সিক' গ্যাংস্টারের অন্ধকার রাজত্ব দেখালেন 'কেজিএফ' স্টার যশ।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 3:00 pm

হাসপাতালের পিছনের বাগানে পড়ে রক্তাক্ত মহিলা,পাশেই চুপটি করে শুয়ে তিন বছরের শিশু, বাংলার বুকে তোলপাড় ফেলা ঘটনা

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সামশেরগঞ্জ থানার অন্তর্গত তারাপুর হাসপাতালের পেছনের বাগান থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের পাশেই জখম ও আতঙ্কিত অবস্থায় উদ্ধার হয় তিন বছরের পুত্র সন্তান। আরও পড়ুন- ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে? স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই দ্রুত সামশেরগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি। দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। আরও পড়ুন- জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়? স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাসপাতালের পেছনের বাগানে রক্তাক্ত ও অর্ধনগ্ন অবস্থায় ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। তার পাশেই গুরুতর জখম অবস্থায় পড়ে ছিল তিন বছরের শিশুটি। এই দৃশ্য সামনে আসতেই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আরও পড়ুন- তৃণমূলের রাজনৈতিক পরিকল্পনা হাইজ্যাক,আইপ্যাকে ইডি অভিযান নিয়ে অমিত শাহকে নিশানা মমতার পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য অনুপনগর ব্লক হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। মা ও শিশুকে ঘিরে এই রহস্যজনক ঘটনায় গোটা এলাকা জুড়ে উদ্বেগের আবহ তৈরি হয়েছে। আরও পড়ুন- প্রশান্ত কিশোরের ছায়াসঙ্গী থেকে মমতাকে 'ঢাল', কে এই প্রতীক জৈন? কেন ছুটে গেলেন মুখ্যমন্ত্রী?

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 2:59 pm

চিনের হাতে গোপন নথি! ব্যক্তিগত সফরে সরকারি ফোন হারালেন জাপানের পরমানু সংস্থার কর্মী

ডিভাইসটি মূলত ফোন কল এবং টেক্সট করার জন্য ব্যবহার হয়।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 2:55 pm

Soft Roti Making Tips: বলের মতো নরম এবং তুলতুলে রুটি বানাতে এই ৭টি কথা অবশ্যই মনে রাখুন!

Soft Roti Making Tips: রুটি ছাড়া ভারতীয় খাবার কল্পনাই করা যায় না। দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত প্রতিদিন কয়েক লক্ষ মানুষের পাতে রুটি থাকে। অনেকের কাছেই রুটি শুধু খাবার নয়, বরং অভ্যাস এবং তৃপ্তির অংশ। তবে বাড়িতে রুটি বানালেও অনেক সময় দেখা যায় রুটি শক্ত হয়ে যাচ্ছে, ঠিকমতো ফুলছে না বা খাওয়ার সময় শুকনো লাগছে। অথচ একই উপকরণ ব্যবহার করেও কারও হাতে রুটি নরম এবং তুলতুলে হয়। এর আসল রহস্য লুকিয়ে আছে রুটির ময়দা মাখা থেকে শুরু করে বেক করা-সহ প্রতিটি ধাপে। নরম ও বলের মতো ফোলা রুটি বানাতে হলে প্রথমেই নজর দিতে হবে ময়দা মাখার পদ্ধতিতে। গমের আটা ভালোভাবে মাখা না হলে রুটি কখনও নরম হয় না। ময়দা মাখার সময় যত বেশি মাখা হবে, তত বেশি গ্লুটেন তৈরি হবে, যা রুটিকে ভেতর থেকে নরম ও মসৃণ করে তোলে। তাই তাড়াহুড়ো না করে অন্তত আট থেকে দশ মিনিট ধরে ময়দা ভালোভাবে মেখে নেওয়া জরুরি। সঠিকভাবে মাখা ময়দা হাতে নিলে আঠালো ও মসৃণ অনুভূত হয়। ময়দা মাখার পর অনেকেই সঙ্গে সঙ্গে রুটি বানাতে শুরু করেন, যা একটি বড় ভুল। ময়দা মাখার পর সেটিকে কিছুক্ষণ বিশ্রাম দেওয়া খুব জরুরি। ভেজা কাপড় দিয়ে ঢেকে অন্তত দশ মিনিট রেখে দিলে গ্লুটেন আরও সক্রিয় হয়। এতে রুটি গড়ানো সহজ হয় এবং বেক করার সময় রুটি সুন্দরভাবে ফুলে ওঠে। আরও পড়ুন- মুখোশধারী মানুষদের বদ উদ্দেশ্য চট করে ধরে ফেলেন এই ৪ রাশি, অভিনয় এঁদের সামনে টেকে না! নরম রুটি বানাতে জল ব্যবহারের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। সাধারণত ঠান্ডা জলের বদলে হালকা গরম জল বা দুধ দিয়ে ময়দা মাখলে রুটি অনেক বেশি নরম হয়ে যায়। দুধে থাকা প্রাকৃতিক ফ্যাট এবং প্রোটিন রুটির গঠনকে মসৃণ করে তোলে। এর ফলে রুটি শুধু বেক করার পরেই নয়, বেশ কিছুক্ষণ পরেও নরম থাকে। আরও পড়ুন- সদর দরজায় এই ৪ জিনিস রাখলেই অশুভ শক্তি ঢুকতে পারবে না, বাড়িতে বাড়বে পজিটিভ এনার্জি! রুটি গড়ানোর সময়ও সাবধানতা দরকার। খুব জোরে বা বারবার রোলিং পিন চালালে ময়দার ভেতরের বাতাস বেরিয়ে যায়, ফলে রুটি ঠিকমতো ফুলতে পারে না। হালকা হাতে একদিকে রুটি গড়ালে তার পিঠ সমান হয় এবং বেক করার সময় রুটি বলের মত ফুলে ওঠে। রুটির মাঝখান ও প্রান্তের পুরুত্ব যেন প্রায় সমান হয়, সেটাও খেয়াল রাখা দরকার। আরও পড়ুন- একবার কষ্ট পেলে আর ফিরে তাকান না যে ৫ রাশি, কাঁদানোর ফল হয় ভয়ঙ্কর তাওয়ায় রুটি বেক করার আগে নিশ্চিত করতে হবে তাওয়াটি ভালোভাবে গরম হয়েছে কি না। কম গরম তাওয়ায় রুটি দিলে তা শক্ত এবং শুষ্ক হয়ে যায়। গরম তাওয়ায় রুটি দিলে অল্প সময়েই রুটির ভেতরের আর্দ্রতা ধরে রেখে বাইরের অংশ সেঁকে যায়, ফলে রুটি নরম থাকে। আরও পড়ুন- মৌনী অমাবস্যা কবে, ১৮ না ১৯ জানুয়ারি? এর ধর্মীয় তাৎপর্যর কথা শুনলে আপনিও সঠিক তারিখের খোঁজ করবেন রুটি বেক করার সময় অনেকেই ভুল করে বারবার উল্টেপাল্টে দেন বা চিমটা দিয়ে চাপ দেন। এতে রুটি শক্ত হয়ে যায়। রুটির ওপর ছোট ছোট বুদবুদ দেখা দিলে, একবার উল্টে দেওয়াই যথেষ্ট। অতিরিক্ত চাপ না দিলে রুটির ভেতরের বাতাস ঠিকভাবে আটকে থাকে এবং রুটি সুন্দরভাবে ফুলে ওঠে। রুটি বেক করার পর সেটিকে খোলা জায়গায় ফেলে না রেখে হালকা কাপড়ে ঢেকে রাখলে বাষ্প ধরে থাকে, যা রুটিকে নরম রাখে। বেক করার পরপরই রুটির ওপর সামান্য ঘি লাগালে রুটি আরও মসৃণ হয় এবং শুকিয়ে যাওয়া থেকে রক্ষা পায়। রুটির স্বাদ ঘি আরও বাড়িয়ে তোলে। মাথায় রাখুন এই ছোট বিষয়গুলির দিকে নজর রাখলেই বাড়িতে প্রতিদিন পারফেক্ট, নরম ও তুলতুলে রুটি বানানো সম্ভব। একটু ধৈর্য এবং নিয়ম মেনে চললেই রান্নাঘরের সাধারণ রুটি হয়ে উঠতে পারে একেবারে দোকানের কায়দায় নরম।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 2:51 pm

ইমরান হাশমি মাদক পাচারকারী! বিমানবন্দরের আটক হতেই কোন ভয়ে কেঁপে ওঠেন নায়ক?

বুধবার, ৮ জানুয়ারি মুম্বইয়ে এই সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের বাস্তব জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেতা। বিমানবন্দরের নিরাপত্তা এবং ‘ইমিগ্রেশন প্রোফাইলিং’ নিয়ে তাঁর অকপট বয়ান এখন টিনসেল টাউনের চর্চার কেন্দ্রে।

টিভি 9 বাংলা 8 Jan 2026 2:48 pm

প্রশান্ত কিশোরের ছায়াসঙ্গী থেকে মমতাকে 'ঢাল', কে এই প্রতীক জৈন? কেন ছুটে গেলেন মুখ্যমন্ত্রী?

ফের একবার কেন্দ্র-রাজ্য সংঘাত উত্তপ্ত বঙ্গ রাজনীতি । আইপ্যাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আজকের অভিযানকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। কলকাতায় আই-প্যাকের ডিরেক্টর ও প্রভাবশালী রাজনৈতিক কৌশলবিদ প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উপস্থিতি পুরো ঘটনাটিকে সাধারণ তদন্তের গণ্ডির বাইরে নিয়ে গিয়ে এক ভিন্ন মাত্রা যোগ করে। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে যে বিষয়টি কেবল আইনি তদন্তে সীমাবদ্ধ নয়, এর সুদূরপ্রসারী রাজনৈতিক প্রভাবও রয়েছে। জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়? কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের টানাপোড়েন নতুন নয়। সেই আবহেই তদন্তস্থলে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ইঙ্গিত দেয় যে তৃণমূল কংগ্রেস এই পদক্ষেপকে রাজনৈতিক চাপ হিসেবেই দেখছে। শাসক দলের দাবি, নির্বাচনের মুখে এই ধরনের অভিযান কোনওভাবেই কাকতালীয় নয়। ফলে বিষয়টি দ্রুত আইনি পরিসর ছাড়িয়ে প্রকাশ্য রাজনৈতিক দ্বন্দ্বে রূপ নিয়েছে। আই-প্যাকের ডিরেক্টর প্রতীক জৈন রাজনৈতিক কৌশল জগতে পরিচিত একটি নাম। ২০১৩ সালে প্রশান্ত কিশোর ‘সিটিজেনস ফর অ্যাকাউন্টেবল গভর্নেন্স’ নামে যে সংস্থা গড়ে তোলেন, সেটিই পরবর্তীতে আই-প্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি হিসেবে পরিচিত হয়। প্রশান্ত কিশোরের সঙ্গে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে প্রতীক জৈন, ঋষিরাজ সিং এবং বিনেশ চন্দেল যুক্ত ছিলেন। প্রশান্ত কিশোরের পর এই তিনজনই আই-প্যাকের মাথা হিসেবে কাজ করছেন। তৃণমূলের রাজনৈতিক পরিকল্পনা হাইজ্যাক,আইপ্যাকে ইডি অভিযান নিয়ে অমিত শাহকে নিশানা মমতার পাটনার বাসিন্দা প্রতীক জৈন আইআইটি বোম্বে থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন। আই-প্যাকে যোগ দেওয়ার আগে তিনি ডেলয়েট ইন্ডিয়ায় বিশ্লেষক হিসেবে কাজ করতেন। সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় না হলেও রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তাঁর প্রভাব যথেষ্ট বলে মনে করা হয়। রাজ্য রাজনীতি ও প্রশাসনে প্রতীক জৈনের দখল নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। তিনি একাধিকবার নবান্নে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে আই-প্যাক শাসক দল ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর দফতরের সঙ্গে আই-প্যাকের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও জানা যায়। বিধানসভা ভিত্তিক সমীক্ষা থেকে শুরু করে প্রার্থী বাছাই বা বাদ দেওয়ার ক্ষেত্রেও আই-প্যাকের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। #WATCH | Kolkata | West Bengal CM Mamata Banerjee says, ...Is it the duty of the ED, Amit Shah to collect the party's hard disk, candidate list?... The nasty, naughty Home Minister who cannot protect the country and is taking away all my party documents. What will be the result… https://t.co/idhFZnWuEj pic.twitter.com/rMjcef7Vhn — ANI (@ANI) January 8, 2026 এই প্রেক্ষাপটে ইডির অভিযান রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রতীক জৈনের কলকাতার বাসভবন ও অফিসে একযোগে তল্লাশি চালায়। সূত্রের খবর, কয়লা পাচারের পুরনো মামলা ও আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলার সূত্র ধরেই এই অভিযান। তদন্তকারী দল নথিপত্র যাচাই, ডিজিটাল রেকর্ড পরীক্ষা এবং অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছে। যদিও ইডি আনুষ্ঠানিকভাবে অভিযানের বিস্তারিত কিছু জানায়নি, তবে অভিযানের সময় ও ব্যাপ্তি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থলে উপস্থিতিকে 'অস্বাভাবিক' বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাধারণত কোনও কেন্দ্রীয় সংস্থার অভিযানের সময় মুখ্যমন্ত্রীর সরাসরি উপস্থিতি বিরল ঘটনা। অনেকের মতে, এটি কেন্দ্রীয় সংস্থাগুলির প্রতি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। অতীতেও পশ্চিমবঙ্গে সিবিআই ও ইডির পদক্ষেপ ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত প্রকাশ্যে এসেছে। ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে? ইডির অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, তদন্তের নামে দলের আইটি দফতর থেকে গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সংগ্রহের চেষ্টা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটি পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ, যার উদ্দেশ্য বিরোধী দলকে দুর্বল করা। তাঁর মতে, পর্যাপ্ত নিরাপত্তা ও স্বচ্ছতা ছাড়াই দলীয় নথি ও তথ্য বাজেয়াপ্ত করা হলে সেগুলি অপব্যবহারের আশঙ্কা থেকে যায়। একই সঙ্গে তিনি স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, একদিকে SIR-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি এটিকে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গুরুতর হুমকি বলে বর্ণনা করেন এবং বলেন, এই ধরনের পদক্ষেপ দেশের নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, তিনি আগেই এই ধরনের পরিস্থিতির আশঙ্কা করেছিলেন। সেই কারণে দলের গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য ও হার্ড ডিস্ক নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে। তাঁর বক্তব্য, দলের অভ্যন্তরীণ কৌশল ও সাংগঠনিক শক্তিকে দুর্বল করার কোনও প্রচেষ্টাই সফল হতে দেওয়া হবে না। রাজনৈতিক মহলের ধারণা, এই ঘটনা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে, যেখানে আইনি পদক্ষেপ ও রাজনৈতিক প্রতিরোধের সংঘাত আরও তীব্র আকার নেবে। শতাব্দী প্রাচীন পুরসভায় শ'য়ে শ'য়ে কর্মী ছাঁটাই, নিয়োগ করল কে? বিরাট মন্তব্যে তোলপাড় ফেললেন মহুয়া

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 2:47 pm

ED raid at I-PAC |‘ইডিকে দিয়ে ডাকাতি’, আইপ্যাক অফিসে মমতার হানা, বিকেলে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) মুখে সরগরম রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার সকালে কয়লা পাচার মামলার তদন্তে ভোটকুশলী সংস্থা আই-প্যাকের (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED raid at I-PAC)। এই ঘটনাকে ‘রাজনৈতিক ডাকাতি’ বলে আখ্যা দিয়ে ময়দানে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। […] The post ED raid at I-PAC | ‘ইডিকে দিয়ে ডাকাতি’, আইপ্যাক অফিসে মমতার হানা, বিকেলে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Jan 2026 2:42 pm

Aadhaar Update: আপনার দরকারি কাজ আটকে যেতে পারে, ২০২৬ সালে Aadhaar Card-এ এই আপডেট করতেই হবে

Aadhaar Card News: শিশুদের জন্য রয়েছে বাল আধার। পাঁচ বছর হওয়ার আগে এবং পাঁচ বছর হওয়ার পরে দুইবার আধার কার্ড আপডেট করতে হবে। সন্তানের পাঁচ বছর বয়স হলে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। এরপরে আবার ১৫ বছর বয়সে আবার বায়োমেট্রিক আপডেট করতে হবে।

টিভি 9 বাংলা 8 Jan 2026 2:40 pm

‘ভালোলাগার কাজ করে ব্যর্থ হলেও হাল ছেড়ো না’, পড়ুয়াদের ‘সহজ পাঠ’কৌশিক গঙ্গোপাধ্যায়ের

সংবাদ প্রতিদিন আয়োজিত 'সহজ পাঠ ২০২৬'-এ হাজির ছিল সাড়ে তিনশোরও বেশি খুদে পড়ুয়া।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 2:39 pm

বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন মুস্তাফিজুররা? দু’দিনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে আইসিসি

আইসিসির কাছে ইতিমধ্যেই একবার ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 2:35 pm

মধ্যপ্রাচ্যে ‘ধুরন্ধর’মুক্তি পাক, জট কাটাতে এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ বলিউড সংগঠন

প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়ে কী লিখল বলিউড সংসঠন?

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 2:30 pm

I-PAC এ ইডি হানা, বিকেল ৪টেয় বিরাট স্ট্র্যাটেজি নিল তৃণমূল

ED on I-PAC: আইপ্য়াকের অফিসে ইডি হানা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনিও বলছেন, “মানুষ উপযুক্ত জবাব দেবে। যেহেতু অভিষেক জেলায় ঘুরে বেড়াচ্ছেন তাই ব‍্যতিব‍্যস্ত করার চেষ্টা। SIR-ও করব আবার ইডি সিবিআই পাঠাব, দুর্যোধনের মতো করছে। অবিজেপি সব রাজ‍্যে এরকম করেছে।”

টিভি 9 বাংলা 8 Jan 2026 2:27 pm

বিজেপির সঙ্গে জোট করায় তাড়িয়েছিল দল, গেরুয়া শিবিরেই নাম লেখালেন কংগ্রেসের ১২ কাউন্সিলর

ক্ষমতা দখলের জন্য সব করতে পারে বিজেপি, বলছেন বিরোধীরা।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 2:23 pm

Hardik Pandya, Ruturaj Gaikwad: দুই মাঠে দুই ছবি, ঝড়ের নাম হার্দিক, দায়িত্ব কাঁধে সেঞ্চুরি ঋতুরাজের!

Vijay Hazare Trophy: অনেকদিন পর ঘরোয়া ওয়ান ডে-তে দেখা যাচ্ছে হার্দিককে। সাদা বল স্পেশালিস্ট ফর্ম্যাট যে মাথায় রাখেন না, চণ্ডীগড় ম্যাচেও তার প্রমাণ মিলল। বরোদার হয়ে তিন নম্বরে নামা প্রিয়াংশু মলিয়া চমৎকার সেঞ্চুরি করে দলকে এগিয়ে দিয়েছিলেন শুরুতেই। বাকি কাজটা সারলেন হার্দিক।

টিভি 9 বাংলা 8 Jan 2026 2:23 pm

I PAC ED Raid: হুড়মুড়িয়ে ফাইল গাড়িতে তোলার সময়েই হাত ফস্কে পড়ে একটা, ফাইল খুলে যেতেই বেরিয়ে পড়ে সেই কাগজ! সাংবাদিকদের দড়ি দিয়ে আটকেও ফাইল রহস্য উন্মোচন

I PAC ED Raid: গোদরেজ ওয়াটার সাইডের আই প্যাকের অফিসে তখন যেন যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। একদিকে পুলিশি ঘেরাটোপ, সামনে রয়েছে মহিলা পুলিশ। একটা পাশ দড়ি দিয়ে বাঁধা। আর আরেক পাশে রাখা সেই রহস্যময় গাড়ি। যে গাড়িতে অফিস থেকে নামিয়ে গুচ্ছ গুচ্ছ ফাইল তোলা হয়েছিল। তল্লাশির মাঝেই ঠিক বেসমেন্টে সাদা SUV এসে দাঁড়ায়।

টিভি 9 বাংলা 8 Jan 2026 2:23 pm

তৃণমূলের রাজনৈতিক পরিকল্পনা হাইজ্যাক,আইপ্যাকে ইডি অভিযান নিয়ে অমিত শাহকে নিশানা মমতার

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চরম উত্তেজনা বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের দফতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশিকে কেন্দ্র করে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। কয়লা পাচার মামলায় ইডি যখন আই-প্যাকের অফিস ও সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল, ঠিক সেই সময়ই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থার এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি। জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়? বৃহস্পতিবার সকাল থেকেই লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাসভবন এবং সল্টলেকের সেক্টর ফাইভে আই-প্যাকের অফিসে তল্লাশি শুরু করে ইডি। দুপুর বারোটা নাগাদ তল্লাশি চলাকালীন হঠাৎ প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। তাঁর কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কয়েক মিনিটের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, হাতে একটি সবুজ ফাইল ও ল্যাপটপ নিয়ে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, 'ইডি দলের গুরুত্বপূর্ণ নথি, হার্ডডিস্ক, ফোন ও প্রার্থী তালিকা বাজেয়াপ্ত করার চেষ্টা করছে'। মমতার বক্তব্য, “ওরা আমার দলের সমস্ত নথি নিয়ে যাচ্ছিল। আমি সেগুলো ফিরিয়ে এনেছি।” এই প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করে বলেন, “ইডির কাজ কি দলীয় হার্ডডিস্ক আর প্রার্থী তালিকা সংগ্রহ করা? যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশ চালাতে পারেন না, তিনিই আমার দলের নথি বাজেয়াপ্ত করছেন।” মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, একদিকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে এই ধরনের অভিযানের মাধ্যমে দলের রাজনৈতিক পরিকল্পনা “হাইজ্যাক” করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, “আমি যদি বিজেপির অফিস বা আইটি সেলে অভিযান চালাই, তাহলে কি তারা চুপ করে থাকবে? বাংলা জিততে চাইলে রাজনৈতিকভাবে লড়ুন।” লাউডন স্ট্রিট থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সল্টলেকের আই-প্যাক অফিসেও যান। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, দিল্লির একটি আর্থিক জালিয়াতি এবং কয়লা পাচার সংক্রান্ত পুরনো মামলার সূত্র ধরে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চলে। ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে? প্রায় এক ঘন্টা পর আই-প্যাকের অফিস থেকে বেরিয়ে এসে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বিজেপিকে নিশানা করে বলেন, বাংলা জিততে চাইলে রাজনৈতিক ভাবে লড়াই করুন। আমি যদি বিজেপির অফিসে হানা দিই। তাহলে ওরা কী চুপ করে বসে থাকবে? ইডিকে কাজে লাগিয়ে নির্বাচনী কৌশল হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক তথ্য নিয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে প্রতিটি ব্লকে ব্লকে জেলায় জেলায় প্রতিবাদ মিছিলের ডাক দেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, মানি পাওয়ার, মাসল পাওয়ার ব্যাবহার করে গায়ের জোরে সব কিছু দখল করার চেষ্টা করছে। আমরা রেজিস্টার্ড রাজনৈতিক দল, ইনকাম ট্যাক্স দিই। অমিত শাহকে নিশানা করে মমতা বলেন,এখনও সহ্য করছি। প্রতীকের বাড়িতে যা করেছে আই প্যাকের অফিসেও তাই করেছে। তথ্য লুঠ, ভোটার লুঠ, বাংলাকেও লুঠ করার চেষ্টা করছে বিজেপি। সৌজন্য দেখাবো, সব সহ্য করব, তবে সেটা আমার দুর্বলতা নয়। আমার দলের তথ্য, ভোটের স্ট্র্যাটেজি সব ট্র্যান্সফার করা হয়েছে। শতাব্দী প্রাচীন পুরসভায় শ'য়ে শ'য়ে কর্মী ছাঁটাই, নিয়োগ করল কে? বিরাট মন্তব্যে তোলপাড় ফেললেন মহুয়া পাশাপাশি মমতা অভিযোগ করেন, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এভাবে একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে ঢুকে তল্লাশি চালানো সম্পূর্ণ অন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।বাংলা জিততে হলে রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানেই করা উচিত, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে নয়। এই প্রসঙ্গে তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে বলেন, এ ধরনের পদক্ষেপ কার্যত গণতন্ত্রকে হত্যা করার সামিল। উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে সিবিআই তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে অভিযান চালালে সেখানে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বসেন। আই-প্যাক ও প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের ঘটনাকে ঘিরে এবারও কেন্দ্র ও রাজ্যের সংঘাত প্রকাশ্যে এল, যা বিধানসভা ভোটের আগে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলল। আইপ্যাকের অফিসে মমতা, প্রতীক জৈনের বাড়ির পর ইডি তল্লাশি চলাকালীন বার করা হল একাধিক নথি, তোলা হল মমতার গাড়িতে, তুঙ্গে জল্পনা

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 2:18 pm

Mamata Banerjee: এক ঘণ্টা নিঃশব্দ আইপ্যাক অফিসে, বেরিয়েই আগুন ঝরালেন মমতা, ED হানা নিয়ে BJP-কে তুলোধনা

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও যান। ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আইপ্যাক অফিস থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, আইপ্যাক তৃণমূল কংগ্রেসের একটি অথরাইজড টিম। তাঁর অভিযোগ, ইডি অফিসের সমস্ত টেবিল ফাঁকা করে কাগজপত্র নিয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলেন, “এর মানে আমার দলের সমস্ত তথ্য ও ভোটের স্ট্র্যাটেজি ট্রান্সফার করা হয়েছে। এটা সরাসরি ক্রাইম। ইডির যদি কোনও নথি দরকার থাকত, তারা আমাদের অ্যাকাউন্ট্যান্টের কাছ থেকে নিতে পারত।” আরও পড়ুন- Suvendu Adhikari: “মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি মিলবে”, I-PAC-এ ED হানা ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইডি দলের রাজনৈতিক ও নির্বাচনী নথি বাজেয়াপ্ত করে কার্যত ভোটের রণকৌশল লুট করেছে। তিনি বলেন, “আমরা একটি রেজিস্টার্ড রাজনৈতিক দল। আমরা ইনকাম ট্যাক্স দিই। মানি পাওয়ার, মাসেল পাওয়ার ব্যবহার করে আমাদের হয়রানি করা হচ্ছে। সব কাগজপত্র নতুন করে তৈরি করতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে।” আরও পড়ুন- West Bengal News Live Updates: ইডি তদন্ত চলাকালীন আইপ্যাকের অফিসে সটান মমতা,ভোটের আগে উত্তপ্ত বাংলার রাজনীতি ইডির ভূমিকা নিয়ে আরও ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, ভোর ছ’টা থেকে ফাঁকা অফিসে তল্লাশি চালানো হয়েছে এবং ফরেনসিক টিম এনে ল্যাপটপ থেকে নথি ট্রান্সফার করা হয়েছে। তাঁর বক্তব্য, “আমি মনে করি অপরাধ করেছে ইডি।” আরও পড়ুন- আইপ্যাকের অফিসে মমতা, প্রতীক জৈনের বাড়ির পর ইডি তল্লাশি চলাকালীন বার করা হল একাধিক নথি, তোলা হল মমতার গাড়িতে, তুঙ্গে জল্পনা এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি গণতন্ত্রের সবচেয়ে বড় খুনি। সাহস থাকলে ভোটে লড়ুন।” সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “এসআইআর-এর জন্য রাজ্যে প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কার? এসআইআর-এর নামে বেছে বেছে প্রায় দেড় কোটি মানুষকে নোটিশ পাঠানো হয়েছে। ফর্ম ৭ ও ফর্ম ৮ পূরণের আগেই নাম বাদ দেওয়া হচ্ছে।” মমতার আরও অভিযোগ, “আমার হার্ডডিস্ক, রাজনৈতিক নথি এবং আর্থিক কাগজপত্র সব নিয়ে গেছে। বাংলা জিততে চাইলে রাজনৈতিকভাবে লড়ুন।” বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “আমি যদি বিজেপির পার্টি অফিসে হানা করি, সেটা কি ঠিক হবে?” আরও পড়ুন- 'দলের নথি হাইজ্যাকের চেষ্টা', ইডির বিরুদ্ধে গর্জে উঠে অমিত শাহকে নিশানা মমতার শেষে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখনও সব সহ্য করছি। সৌজন্যতা দেখাচ্ছি, কিন্তু এটাকে দুর্বলতা ভাববেন না। নির্বাচনী রণকৌশল হাতিয়ে নেওয়া হয়েছে। তথ্য লুট, ভোটার লুট, বাংলাকেও লুট করা হচ্ছে। এটা কি অপরাধ নয়? এটা কি গণতন্ত্রের হত্যা নয়?”

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 2:13 pm

Mamata Banerjee, ED: I-PAC-এর অফিসে মমতা, উপর থেকে নামল ‘সরকারি ফাইল’, কী আছে তার মধ্যে?

Mamata Banerjee, Enforcement Directorate: সাদা গাড়িতে থাকা ফাইলের উপর রয়েছে সরকারি ছাপ। একটি ফাইলে লেখা রয়েছে ফেব্রুয়ারি মাসও। পশ্চিমবঙ্গ সরকারের সেই সব ফাইল কেন গাড়িতে তোলা হল, বা কী রয়েছে সেই ফাইলে তা এখনও জানা যায়নি। যদিও সেই গাড়ি পাহারা দিচ্ছেন পুলিশকর্মীরা।

টিভি 9 বাংলা 8 Jan 2026 2:09 pm

‘ফরেনসিক এনে দলের নথি চুরি, FIR হবে,’প্রতীক না আসা পর্যন্ত আইপ্যাক দপ্তরেই থাকছেন মমতা

একযোগে কেন্দ্রের বিজেপি সরকার এবং ইডিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 2:05 pm

বাসচালকের ছেলে থেকে সুপারস্টার, বাড়ি থেকে পালিয়েই সাফল্যের গল্প লিখলেন অভিনেতা

কয়েক দশকে বহু তারকার উত্থান দেখেছে কন্নড় সিনেমা, কিন্তু যশ অবশ্যই আলাদা করে নজর কাড়েন। কারণ শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে, তাঁর কেজিএফ সিরিজই কন্নড় ইন্ডাস্ট্রিকে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ: চ্যাপ্টার ১ (২০১৮) ছিল প্রথম কন্নড় ছবি যা ২৫০ কোটি আয় করে রেকর্ড গড়ে। এর সিক্যুয়েল কেজিএফ ২ (২০২২) আজও একমাত্র আঞ্চলিক ভারতীয় ছবি যা বিশ্বব্যাপী ১,০০০ কোটির বেশি সংগ্রহ করেছে। এই তালিকায় মাত্র নয়টি ভারতীয় চলচ্চিত্রের নাম রয়েছে।যশের সামনে এখন আরও বড় লক্ষ‍্য- গীতু মোহনদাস পরিচালিত টক্সিক এবং ৪,০০০ কোটির বাজেটের মহাযজ্ঞ রামায়ণ, যেখানে তিনি অভিনয়ের পাশাপাশি সহ–প্রযোজকও। Dev: ১৪ তারিখ হিয়ারিং! দেশু প্রসঙ্গে অন্যদের প্রশ্ন না করতে অনুরোধ দেবের, আর কী কী বললেন? বাসচালকের ছেলে থেকে সুপারস্টার বেঙ্গালুরুর বিএমটিসি বাস ড্রাইভার অরুণ কুমার ও গৃহিণী পুষ্পার ছেলে যশ, (আসল নাম নবীন কুমার) ছোট থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। স্কুলে নাটক ও নাচে সাফল্য পেলেও, পরিবার তাঁর অভিনয়ের স্বপ্নকে প্রথমে সমর্থন করেনি। বাবা সরকারি চাকরি করতে বললেও যশ নিজের পথেই হাঁটার সিদ্ধান্ত নেন। এবং বাড়ি ছেড়ে বেঙ্গালুরু চলে আসেন- পকেটে ছিল মাত্র ৩০০ টাকা। বেঙ্গালুরু এসে তিনি শিখলেন বাস্তবতার কঠিন পাঠ। কোনো সুযোগ আসেনি সহজে। জীবিকা টিকিয়ে রাখতে তিনি থিয়েটারে যোগ দেন- চা আনা থেকে স্টেজ ম্যানেজমেন্ট পর্যন্ত সব কাজই করেছেন। পরে পরিচালক প্রিয়া হাসানের জাম্বাদা হুদুগি (২০০৭) দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তারকা হলেও শিকড় ভোলেননি স্টার হওয়ার পরও, যশ ভুলে যাননি নিজের সংগ্রাম। ২০১৭ সালে, স্ত্রী রাধিকা পণ্ডিতকে নিয়ে প্রতিষ্ঠা করেন, যশো মার্গা ফাউন্ডেশন। তাল্লুর হ্রদ পুনরুদ্ধার, ২০টিরও বেশি গ্রামে পানীয় জল সরবরাহ পুনরুদ্ধার এবং খরাগ্রস্ত অঞ্চলে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহের মতো গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। Aditya Dhar-Vicky Kaushal: উরি চরিত্রের নামেই ছেলেকে ডাকছেন ভিকি! আহ্লাদে আটখানা ছবির পরিচালক আদিত্য ধর আসছে টক্সিক ও রামায়ণ ৮ জানুয়ারি ৪০ বছরে পা দেন যশ। এখন অপেক্ষায় তাঁর পিরিয়ড গ্যাংস্টার ফিল্ম টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন–আপস–এর মুক্তির। এছাড়া নীতেশ তিওয়ারির রামায়ণ–এও মুখ্য ভূমিকায় থাকছেন তিনি। টক্সিক মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 2:02 pm

পামপোশের পশমিনা ম্যাজিক, সুতোর নক্সায় গাঁথা কাশ্মীরের রূপকথা

এই সাফল্যের পিছনে রহস্যটা কী? রহস্যটা হল, কাশ্মীরের মাটিতে বসে এক দল দক্ষ কারিগরের হাতে তৈরি হয় পামপোশের প্রতিটি শাল, গাউন, সিল্কের কার্পেট। প্রতিটি পণ্যের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে অসম্ভব ধৈর্য আর শতাব্দী প্রাচীন শিল্পকলার সুদক্ষ উত্তরাধিকার।

টিভি 9 বাংলা 8 Jan 2026 1:59 pm

ভিটেহারা হয়ে বাংলাদেশে পুশব্যাক আতঙ্ক! SIR-এ শুনানির নোটিস পেয়ে ‘আত্মঘাতী’বৃদ্ধ

ঘর থেকে মৃতের সুইসাইড নোট উদ্ধার হয়েছে।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 1:52 pm

মোদী থেকে মমতা, I-PAC কীভাবে কাজ করে জানেন?

I-PAC History: আইপ্যাক মূলত আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালাইসিস, এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনকে কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনের রণকৌশল তৈরি করে। পশ্চিমবঙ্গে শুধু তৃণমূল কংগ্রেস নয়, অতীতে অরবিন্দ কেজরীবাল থেকে খোদ নরেন্দ্র মোদীর রাজনৈতিক প্রচারেও মাঠে নামতে দেখা যায় ‘সাবেক’ আইপ্যাককে।

টিভি 9 বাংলা 8 Jan 2026 1:51 pm

I-PAC-র মাথা প্রতীক জৈন আসলে কে? জানেন সে কতটা শিক্ষিত?

Pratik Jain: প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক তৈরি করেন। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর পদে রয়েছেন প্রতীক। বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে আইপ্যাকের সঙ্গে যুক্ত। বিহার, পঞ্জাব, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশের নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন প্রতীক জৈন।

টিভি 9 বাংলা 8 Jan 2026 1:47 pm

‘আল্লাই সেরা…’, মাঠে সজদা করে ক্রিকেটকে বিদায় খোয়াজার, বিশেষ সম্মান দিল ‘চিরশত্রু’ইংল্যান্ডও

স্বামীর বিদায়বেলায় কন্নায় ভেঙে পড়েন স্ত্রী রেচেল।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 1:46 pm

Zodiac Signs Personality Test: মুখোশধারী মানুষদের বদ উদ্দেশ্য চট করে ধরে ফেলেন এই ৪ রাশি, অভিনয় এঁদের সামনে টেকে না!

Zodiac Signs Personality Test: আমাদের দৈনন্দিন জীবনে এমন বহু মানুষের সঙ্গে দেখা হয়, যাঁরা মুখে মিষ্টি কথা বলেন, সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং নিজেকে অত্যন্ত ভাল মানুষ হিসেবে তুলে ধরেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যায়, তাঁদের উদ্দেশ্য আদতে এতটা পরিষ্কার নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায়, সুযোগ পেলেই তাঁরা নিজের স্বার্থসিদ্ধির জন্য ক্ষতি করে বসেন। এই ধরনের মুখোশধারী মানুষদের চেনা সত্যিই কঠিন। তবে জ্যোতিষ শাস্ত্র বলছে, রাশিচক্রের কিছু মানুষ আছেন যাঁরা খুব সহজেই এই ভান করা ভালমানুষদের আসল রূপ বুঝে ফেলতে পারেন। এই চার রাশির জাতক-জাতিকাদের মধ্যে জন্মগতভাবেই এক ধরনের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং অন্তর্দৃষ্টি কাজ করে। তাঁরা শুধু মানুষের কথার ওপর নির্ভর করেন না, বরং আচরণ, চোখের ভাষা, অঙ্গভঙ্গি এবং পরিস্থিতির পরিবর্তন থেকে অনেক কিছু বুঝে নেন। তাই তাঁদের ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। আরও পড়ুন- সদর দরজায় এই ৪ জিনিস রাখলেই অশুভ শক্তি ঢুকতে পারবে না, বাড়িতে বাড়বে পজিটিভ এনার্জি! মেষ মেষ রাশির মানুষদের মধ্যে স্বাভাবিকভাবেই নেতৃত্ব দেওয়ার গুণ এবং আত্মবিশ্বাস প্রবল। এঁরা খুব দ্রুত মানুষের মানসিক অবস্থান বুঝে নিতে পারেন। কেউ যদি ভেতরে খারাপ উদ্দেশ্য নিয়ে মেষ রাশির কারও সঙ্গে মেশেন, তাহলে সেটা বেশিদিন গোপন থাকে না। কথার ফাঁকে, আচরণের সূক্ষ্ম পরিবর্তন থেকেই মেষ রাশির মানুষ বুঝে যান সামনে থাকা মানুষটি কতটা সৎ। তাই এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গে ছলনা করা সহজ নয়। আরও পড়ুন- একবার কষ্ট পেলে আর ফিরে তাকান না যে ৫ রাশি, কাঁদানোর ফল হয় ভয়ঙ্কর সিংহ সিংহ রাশির মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাঁদের স্পষ্টবাদিতা এবং ন্যায়ের প্রতি অনড় মনোভাব। মিথ্যা এবং ভণ্ডামি এঁদের একেবারেই সহ্য হয় না। কেউ যদি অভিনয় করে ভাল সাজার চেষ্টা করেন, তাহলে সিংহ রাশির মানুষ খুব দ্রুত সেই অভিনয়ের ফাঁক ধরতে পারেন। শুধু কথাবার্তা নয়, চারপাশের পরিবেশে কোনও নেগেটিভ শক্তি থাকলেও তা এঁদের নজর এড়ায় না। এই কারণেই সিংহ রাশির মানুষদের সামনে দীর্ঘদিন ভান করে থাকা প্রায় অসম্ভব। আরও পড়ুন- মৌনী অমাবস্যা কবে, ১৮ না ১৯ জানুয়ারি? এর ধর্মীয় তাৎপর্যর কথা শুনলে আপনিও সঠিক তারিখের খোঁজ করবেন ধনু ধনু রাশির জাতক-জাতিকারা স্বভাবগতভাবে অত্যন্ত বুদ্ধিমান এবং বিশ্লেষণধর্মী। এঁরা মানুষের শরীরী ভাষা এবং আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করতে ভালোবাসেন। কেউ যদি বন্ধুত্বের আড়ালে ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে ধনু রাশির কারও কাছে আসেন, তাহলে কিছুদিনের মধ্যে সেই উদ্দেশ্য ধরা পড়ে যায়। ধনু রাশির মানুষ সরাসরি ঝামেলায় না গিয়ে পরিস্থিতি বুঝে নেন এবং প্রয়োজন হলে সেই মানুষটির থেকে ধীরে নিজেকে সরিয়ে নেন। আরও পড়ুন- বাস্তবের 'সত্যবাদী যুধিষ্ঠির'! পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মিথ্যার আশ্রয় নেন না এই ৪ রাশি কুম্ভ কুম্ভ রাশির মানুষরা সাধারণত খুব সহজে কাউকে বিশ্বাস করেন না। স্বাধীনচেতা এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখতে ভালোবাসার কারণে এঁরা সব সময় একটু সতর্ক থাকেন। কোনও ব্যক্তি যদি অকারণে অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখাতে চান, তাহলে কুম্ভ রাশির মানুষ প্রথমেই সন্দিহান হয়ে ওঠেন। এরপর ধীরে সেই ব্যক্তির উদ্দেশ্য বিশ্লেষণ করতে শুরু করেন। মুখোশের আড়ালে শয়তানি থাকলে তা বেশিদিন গোপন থাকে না। বুঝে যাওয়ার পর কুম্ভ রাশির মানুষ চুপচাপ দূরত্ব তৈরি করে নেন। এই চার রাশির মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য হল, তাঁরা নিজের অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দেন। শুধু আবেগে ভেসে গিয়ে সিদ্ধান্ত নেন না। তাই জীবনের পথে চলতে গিয়ে অনেক ক্ষেত্রেই তাঁরা প্রতারণা এবং মানসিক আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন। জ্যোতিষ মতে, এই ক্ষমতাকে অনেকেই ষষ্ঠ ইন্দ্রিয় বলে মনে করেন। তবে মনে রাখা দরকার, প্রতিটি মানুষই আলাদা এবং রাশির পাশাপাশি ব্যক্তিগত অভিজ্ঞতাও এখানে বড় ভূমিকা নেয়। তবুও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই চার রাশির জাতক-জাতিকারা মুখোশধারী মানুষদের চিনে নেওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে থাকেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 1:46 pm

CM Mamata Banerjee |‘ন্যাস্টি হোম মিনিস্টার, খালি ষড়যন্ত্র করছেন’, আইপ‍্যাকের কর্ণধারের বাড়ি থেকে বেরিয়েই শা’কে তোপ মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক (I-PAC)-এর সল্টলেক সেক্টর ফাইভের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED Raid) তল্লাশি চালায়। সেই খবর পেয়েই প্রতীকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আর সেখানে থেকে ফাইল হাতে বাইরে […] The post CM Mamata Banerjee | ‘ন্যাস্টি হোম মিনিস্টার, খালি ষড়যন্ত্র করছেন’, আইপ‍্যাকের কর্ণধারের বাড়ি থেকে বেরিয়েই শা’কে তোপ মমতার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Jan 2026 1:44 pm

SIR শুনানিতে প্রামাণ্য সিএএ সার্টিফিকেট, মতুয়া আশঙ্কা কাটাতে সরকারি বিজ্ঞপ্তি কমিশনের

মতুয়া ভোট নিয়ে গেরুয়া শিবিরের ড্যামেজ কন্ট্রোলে ময়দানে নির্বাচন কমিশন!

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 1:39 pm

বক্স অফিসে অনবরত ‘ধুরন্দর’ ঝড়! এরই মাঝে মোদীর কাছে কী আবদার জানাল প্রযোজক সংস্থা?

সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটির ওপর ‘একতরফা’ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (IMPPA)। ছবির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছে এই সংগঠন।

টিভি 9 বাংলা 8 Jan 2026 1:39 pm

ED Raid: তৃণমূল নামে রেজিস্ট্রার গাড়ি হলুদ-সবুজ মোটা মোটা ফাইল ঢোকানো হচ্ছে, কী এমন আছে তাতে?

পরবর্তীতে দেখা গেল WB06Y5555 নম্বরের একটি সাদা স্করপিও গাড়ি রয়েছে। আর তার সিটে পড়ে রয়েছে একাধিক ফাইল। সেখানে দেখা যাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের ফাইল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এটি তৃণমূলের রেজিস্ট্রার গাড়ি।

টিভি 9 বাংলা 8 Jan 2026 1:32 pm

Suvendu Adhikari: “মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি মিলবে”, I-PAC-এ ED হানা ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু

কয়লা কাণ্ডে পুরনো একটি মামলার সূত্র ধরে বৃহস্পতিবার সকালে কলকাতায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের সেক্টর ফাইভে সংস্থার অফিসে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর হাতে সবুজ রঙের ফাইল এবং একটি ল্যাপটপ দেখা যায়। এরপর তিনি সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসেও যান। সেখানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের বেশ কিছু কাগজপত্র ও গুচ্ছগুচ্ছ ফাইল পাজাখোলা করে তুলে মুখ্যমন্ত্রীর গাড়িতে তুলতে দেখা যায়। আরও পড়ুন- আইপ্যাকের অফিসে মমতা, প্রতীক জৈনের বাড়ির পর ইডি তল্লাশি চলাকালীন বার করা হল একাধিক নথি, তোলা হল মমতার গাড়িতে, তুঙ্গে জল্পনা কেন্দ্রীয় সংস্থার এই অভিযানের সময় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও তৎপরতা নিয়ে তীব্র সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডির পদক্ষেপ করা উচিত। এখানেই থেমে না থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,“মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি টাকা বেরোবে। সম্পূর্ণ অনৈতিক এবং অসংবিধানিক কাজ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বিরুদ্ধে এখনই ইডির ব্যবস্থা নেওয়া উচিত।” আরও পড়ুন- পরিযায়ী ইস্যুতে মালদা থেকেই কেন্দ্রকে নিশানা অভিষেকের? গোষ্ঠী কোন্দল নিয়ে ভোটের আগে কী বার্তা সেনাপতির? উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কয়লা কাণ্ডের পুরনো একটি মামলায় ইডির তল্লাশি অভিযানের খবর পেয়েই প্রথমে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। পরে সল্টলেকে আইপ্যাকের অফিসেও যান তিনি। দুই জায়গা থেকেই ফাইল ও ল্যাপটপ নিয়ে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রী ও তাঁর নিরাপত্তারক্ষীদের। আরও পড়ুন- West Bengal News Live Updates: ইডি তদন্ত চলাকালীন আইপ্যাকের অফিসে সটান মমতা,ভোটের আগে উত্তপ্ত বাংলার রাজনীতি পরে সল্টলেকের ওই অফিসে পৌঁছান রাজ্যের আরেক মন্ত্রী সুজিত বসু। একই সঙ্গে সেখানে উপস্থিত হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 1:30 pm

Suvendu Adhikari: পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার মতো কারও বাড়িতে ৫১ কোটি পাবে না: শুভেন্দু

Suvendu Adhikari on Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের এই কাজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে সরাসরি হস্তক্ষেপ ও তদন্তে বাধা দান বলে উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী। এ ছাড়াও শুভেন্দু অধিকারীর কথায় উঠে এল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যপাধ্যায়ের কথাও। তিনি বললেন ৫১ কোটি টাকার কথাও।

টিভি 9 বাংলা 8 Jan 2026 1:28 pm

'দলের নথি হাইজ্যাকের চেষ্টা', ইডির বিরুদ্ধে গর্জে উঠে অমিত শাহকে নিশানা মমতার

হাতে গোণা আর মাত্র কয়েকটা মাস। তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন। এদিকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের প্রধান প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত আই-প্যাক অফিসে তল্লাশি অভিযান চালায়। এই অভিযানের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। পরিযায়ী ইস্যুতে মালদা থেকেই কেন্দ্রকে নিশানা অভিষেকের? গোষ্ঠী কোন্দল নিয়ে ভোটের আগে কী বার্তা সেনাপতির? বৃহস্পতিবার সকাল থেকেই প্রতীক জৈনের বাসভবন ও আই-প্যাক অফিসে ইডির তল্লাশি শুরু হয়। দুপুর বারোটা নাগাদ, তল্লাশি চলাকালীনই হঠাৎ লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁর কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। প্রতীক জৈনের বাড়ি থেকে কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, হাতে একটি সবুজ ফাইল নিয়ে। বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ইডি তাঁর দলের গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। মমতার বক্তব্য, “ওরা আমার দলের সমস্ত নথি নিয়ে যাচ্ছিল। হার্ডডিস্ক, ফোন সবকিছু। আমি সেগুলো ফিরিয়ে এনেছি।” তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে বলেন, “তিনি দেশ চালাতে পারবেন না। আমার দলের নথি বাজেয়াপ্ত করা হচ্ছে।” হার্ভার্ড থেকে হিমালয় পর্যন্ত ছিল অবাধ বিচরণ, কে ছিলেন মাধব গাডগিল? মৃত্যুতে শোকস্তব্ধ দেশ মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, একদিকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে এই ধরনের অভিযানের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিকল্পনা “হাইজ্যাক” করার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, প্রতীক জৈন তাঁর দলের দায়িত্বে থাকায় পরিকল্পিতভাবেই আই-প্যাককে নিশানা করা হয়েছে। লাউডন স্ট্রিট থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সল্টলেকের আই-প্যাক অফিসেও যান। সেখানে নিরাপত্তা বাড়ানো হয় এবং সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, দিল্লির একটি আর্থিক জালিয়াতি ও কয়লা পাচার সংক্রান্ত পুরনো মামলার সূত্র ধরে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চলতে থাকে। উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে সিবিআই তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে অভিযান চালালে সেখানেও হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বসেন। এবারও আই-প্যাক ও প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের ঘটনাকে ঘিরে কেন্দ্র ও রাজ্যের সংঘাত নতুন করে প্রকাশ্যে এল। আইপ্যাকের অফিসে মমতা

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 1:27 pm

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ED? I-PACএর অফিসে তল্লাশির মাঝেই বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari On Mamata Banerjee: কিছুক্ষণের মধ্যে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে এলেন সবুজ ফাইল হাতে। বেরিয়ে এসে বিস্ফোরক মমতা। অভিযোগ, অমিত শাহ তাঁর দলের স্ট্র্যাটেজি, প্রার্থী তালিকা, প্ল্যানিংয়ের হার্ড ডিস্ক হাতিয়ে নিতেই তল্লাশি চালিয়েছে। মমতার এই বক্তব্য নিয়ে বিস্ফোরক রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

টিভি 9 বাংলা 8 Jan 2026 1:26 pm

Weather Update |হাড়কাঁপানো শীতে জবুথবু রাজ্য! জারি ঘন কুয়াশার সতর্কতা, সপ্তাহান্তে হাওয়া বদলের ইঙ্গিত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই শীতের ঝোড়ো ইনিংসে কাঁপছে গোটা বাংলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহ বজায় থাকলেও রবিবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে (Weather Update)। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে (North Bengal) শীতের দাপট আরও বেশি তীব্র। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, […] The post Weather Update | হাড়কাঁপানো শীতে জবুথবু রাজ্য! জারি ঘন কুয়াশার সতর্কতা, সপ্তাহান্তে হাওয়া বদলের ইঙ্গিত? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Jan 2026 1:25 pm

Salt Lake Sector V- গাড়ির নম্বর WB06Y5555, র‌্যাফ থেকে পুলিশ রয়েছে ঘিরে, সিটে পড়ে সরকারের গাদা-গাদা ফাইল, কী এমন আছে তাতে

ED Raid: এখানে প্রশ্ন উঠছে, যেখানে তল্লাশি অভিযান চলছে, উপরে রয়েছেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই সাদা গাড়িতে কী এমন আছে? যেখানে এত সুরক্ষা দেওয়া হচ্ছে? যদিও, এ নিয়ে মুখ খোলেননি কেউ। জানা যায়নি কী আছে তাতে।

টিভি 9 বাংলা 8 Jan 2026 1:25 pm

মৃত্যুমুখ থেকে নতুন জীবন! হাসপাতাল থেকে ছাড়া পেলেন ড্যামিয়েন মার্টিন

প্রাক্তন সতীর্থদের মতে, তাঁর এই 'প্রত্যাবর্তন' যেন 'মিরাক্যাল'।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 1:25 pm

ED Raid I PAC: কোন মামলার তল্লাশি I PAC-র অফিসে? কেন এত ‘উদভ্রান্তের মতো দৌড়তে হল মুখ্যমন্ত্রীকে?”

ED Raid I PAC: দিল্লি থেকে ইডি টিম এসেছে। কলকাতার কয়েকজন অফিসারও আছেন। বৃহস্পতিবার সকালে আইপ্যাক সংস্থার অফিস ও প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন আধিকারিকরা। জানা যাচ্ছে, কয়লা পাচার সংক্রান্ত নথি সংগ্রহ করার চেষ্টা করছিলেন ইডি আধিকারিকরা।

টিভি 9 বাংলা 8 Jan 2026 1:22 pm

বড় সমস্যার মুখে ‘ধুরন্ধর’, ছবির উপর কোন নিষেধাজ্ঞা ধেয়ে এলো?

আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’–এর রেকর্ডভাঙা বক্স অফিস যাত্রা এবার বড়সড় কূটনৈতিক জটিলতার মুখে পড়েছে। ভারতীয় বক্স অফিসে ঐতিহাসিক সাফল্য সত্ত্বেও, মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর জেরে ভারতীয় মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (IMPPA) কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চেয়েছে।

টিভি 9 বাংলা 8 Jan 2026 1:22 pm

Mamata Banerjee: I-PAC কর্ণধারের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে বেরলেন মমতা, কী আছে সেই ফাইলে?

Mamata Banerjee, I-PAC: আগামী ২০২৬-এর নির্বাচনের আগে নজিরবিহীন ঘটনা। ইডির তল্লাশির অভিযানের মধ্যেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে একটা সবুজ ফাইল নিয়ে বেরলেন মুখ্যমন্ত্রী। বেরিয়েই তিনি তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি।

টিভি 9 বাংলা 8 Jan 2026 1:12 pm

DIFF: চিনের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’-এ শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

চিনের সিনেমা দিয়ে শুরু হতে চলেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে উদ্বোধনী অনুষ্ঠান হবে ১০ জানুয়ারি। চিনের পরিচালক চেন শিয়াং-এর ‘দ্য জার্নি টু নো এন্ড’ (The Journey to No End) সিনেমা দিয়ে উৎসবটি শুরু হবে। এই ছবিটি এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Dhaka International Film Festival 2026) বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি। এবারের উৎসবে বিশেষ আকর্ষণ ‘চায়নিজ ফিল্ম উইক’ চিনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করে মোট ১৫টি চিনা ছবি দেখানো হবে। এতে চিনের আধুনিক ও বিভিন্ন ঘরানার সিনেমা আছে। সব মিলিয়ে ৭০টির বেশি দেশ থেকে ২৪৬টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শিত হবে। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে এই উৎসবের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনের উৎসবটি। আরও পড়ুন: সরস্বতী পুজোয় বড় চমক! ফিরছেন কাকাবাবু, মুক্তি পাচ্ছে ‘বিজয়নগরের হীরে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ (Bangladesh) প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে ৯টি দেশীয় সিনেমা। ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘ধামের গান’, এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, ‘নয়া নোট’, ‘আগন্তুক’,‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘দ্য স্টোরি অব আ রক’ এবং ‘উৎসব’। আরও পড়ুন: উরি চরিত্রের নামেই ছেলেকে ডাকছেন ভিকি! আহ্লাদে আটখানা ছবির পরিচালক আদিত্য ধর ‘দ্য জার্নি টু নো এন্ড’ (The Journey to No End) ছবিটি পরিচালনা করেছেন চেন শিয়াং (Chen Xiang)। সিনেমাটিতেভবিষ্যতের একটি সমাজের চিত্র রয়েছে, যেখানে জলবায়ু সংকট এবং প্রযুক্তির অত্যধিক নির্ভরতা মানুষকে প্রভাবিত করেছে। প্রধান চরিত্র চেন কি (Chen Qi) তাঁর মায়ের সন্ধানে এবং নিজের অস্তিত্বের অর্থ খুঁজতে একটি যাত্রা শুরু করে। পথে সে পরিত্যক্ত শহর এবং বিধ্বস্ত প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে বয়ে যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Jan 2026 1:08 pm

শুধু বাংলা নয়, ডিজিপি নিয়োগ নিয়ে অন্য রাজ্যের সঙ্গেও সংঘাত কেন্দ্রের, তালিকায় উত্তরপ্রদেশ, তামিলনাড়ু

উত্তরপ্রদেশ সরকার ইউপিএসসি-কে নিয়োগ প্রক্রিয়া থেকে কার্যত ব্রাত্য করে দিয়েছে।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 1:07 pm

প্রতীকের বাড়ির পর I-PAC দপ্তরে মমতা, ফাইল এনে রাখা হল মুখ্যমন্ত্রীর গাড়িতে

মোতায়েন রয়েছে কলকাতা পুলিশ।

সংবাদপ্রতিদিন 8 Jan 2026 1:05 pm