Dhupguri |সংসারের টাকা অপচয়ে প্রতিবাদের জের! মদের আসরে স্বামীকে কোপ স্ত্রীর
শুভাশিস বসাক, ধূপগুড়ি: দৃশ্য সিনেমার মতো। বন্ধুদের নিয়ে জমে উঠেছিল মদের আসর। পাশেই চলছিল গানের অনুষ্ঠান। তা হঠাৎ ছত্রভঙ্গ করলেন স্ত্রী। চলল বেশ কিছুক্ষণের বিতণ্ডা। এর মধ্যেই মাংস রান্নার কারণ নিয়ে মদের আসরেই ক্ষিপ্ত স্ত্রীর ধারালো অস্ত্রের কোপ পড়ল স্বামীর মাথায়। শনিবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের (Dhupguri) উত্তর খট্টিমারি এলাকায় এক গানের অনুষ্ঠান চলাকালীন এক […] The post Dhupguri | সংসারের টাকা অপচয়ে প্রতিবাদের জের! মদের আসরে স্বামীকে কোপ স্ত্রীর appeared first on Uttarbanga Sambad .
গম্ভীরের রণনীতি ‘অর্থহীন’! তিন নম্বরের ‘মিউজিক্যাল চেয়ার’নিয়ে তোপ শাস্ত্রীর
গম্ভীরের আমলে তিন নম্বরে থিতু হতে পারেননি কেউই।
Primary TET: প্রাথমিক TET মামলায় হাইকোর্টে জমা পড়ল রিপোর্ট, ২২-এর প্রশ্নপত্রে কোনও ভুলই ছিল না
Calcutta High Court: ২০২২-এর ডিসেম্বরে যে টেট পরীক্ষা হয়, তা ফল প্রকাশ হয়েছে আগেই। গত ১৯ নভেম্বর প্রাথমিকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।মোট ১৩ হাজার ৪২১ শূন্যপদে নিয়োগ করা হবে। জেলাভিত্তিক বিবরণও প্রকাশ করবে পর্ষদ। তার আগে সামনে এল ভুল প্রশ্নের তথ্য।
SIR in Bengal: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে কাজ করানো যাবে না বলে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি, বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিয়েও কাজ না করানোর স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল।
SIR |ভুয়ো বাবাকে ফেরাতে প্রার্থনা! এসআইআর-চাপে অনুপ্রবেশকারীরা
সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: ভুল সংশোধন করে ফেলাটাও যে অনেক সময় বড় ভুল হয়ে যেতে পারে তা এই ভরা এসআইআর (SIR) লগ্নে অনেকেই হাড়ে হাড়ে টের পাচ্ছেন। দুই দশক বা তারও বেশি সময় ধরে তিলে তিলে যে ভুল শুধরে নেওয়া হয়েছিল সেটাই যে এসআইআর বৈতরণি পার হওয়ার মূল চাবিকাঠি ছিল তা এই মুহূর্তে বেশ বুঝতে পারছেন। […] The post SIR | ভুয়ো বাবাকে ফেরাতে প্রার্থনা! এসআইআর-চাপে অনুপ্রবেশকারীরা appeared first on Uttarbanga Sambad .
Sea beach near Kolkata: কলকাতার ব্যস্ত জীবন থেকে একটু দূরে শান্ত কোনও প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে দক্ষিণ ২৪ পরগনার নামখানার হরিপুর সমুদ্রসৈকত এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। শহর থেকে খুব বেশি দূরে নয়, আবার দিঘা কিংবা মন্দারমণির মতো ভিড়ও নেই—এমনই এক শান্ত, নির্জন, অথচ মনোরম সৌন্দর্যে ভরা এই সমুদ্রসৈকত নিখুঁত উইকেন্ড গন্তব্য হিসেবে পর্যটকদের আকর্ষণ করছে। হরিপুর সমুদ্রসৈকতে পৌঁছতে হলে প্রথমে নামখানা পর্যন্ত ট্রেন বা গাড়িতে যেতে হয়। সেখান থেকে স্থানীয় টোটো বা গাড়িতে হরিপুর। রাস্তা জুড়ে খোলা প্রকৃতি, বিস্তীর্ণ মাঠ আর গ্রামের সরল সৌন্দর্য মন ভরিয়ে দেয়। সৈকতের খুব কাছাকাছি পৌঁছতেই চোখে পড়ে মাথায় আকাশ ছোঁয়া জোয়ার-ভাটার খেলা, অগভীর সাগর, বিস্তীর্ণ বালিয়াড়ি আর ছয়লাপ নোনা বাতাস। এখানকার সাগর তুলনামূলক শান্ত এবং সৈকত যথেষ্ট পরিচ্ছন্ন, ফলে পরিবারের সঙ্গে বেড়ানোর জন্যও আদর্শ। আরও পড়ুন- Weekend getaways: বেড়ানোর দুরন্ত অভিজ্ঞতা হবেই হবে! অপূর্ব এই সমুদ্রপাড় কলকাতার নাকের ডগায়! হরিপুরের সবচেয়ে বড় আকর্ষণ হলো তার নির্জনতা। ভিড়ের চাপে বিরক্ত না হয়ে আরাম করে সাগর দেখা, হাঁটাহাঁটি করা বা বালির উপর বসে সানসেট উপভোগ করা—সবই সম্ভব। সন্ধ্যের সময় যখন সূর্য লাল আভায় সমুদ্রের গা সোনালি করে তোলে, তখন দৃশ্যটি যেন পোস্টকার্ডের মতো লাগে। যারা ফটোগ্রাফি ভালোবাসেন, তাদের জন্য এই সময়টিই সেরা। রাত কাটানোর জন্য এখন বেশ কিছু হোমস্টে, রিসোর্ট এবং ইকো-হাট তৈরি হয়েছে। সেগুলি একদিকে আরামদায়ক, অন্যদিকে প্রকৃতির খুব কাছাকাছি থাকার সুযোগ দেয়। সামুদ্রিক মাছ, নারকেলের সুগন্ধ, ঝাউবনের ফাঁকে ফাঁকে বাতাসের সুর—সব মিলিয়ে হরিপুরে রাত কাটানো এক বিশেষ অভিজ্ঞতা। আরও পড়ুন- North Bengal:উত্তরবঙ্গের লুকনো রত্ন চিসাং! অপরূপ, অসাধারণ এই প্রান্তের অনির্বচনীয় শোভার প্রেমে পড়বেনই! হরিপুরে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। স্থানীয় জেলেদের সঙ্গে সমুদ্রে ছোট নৌকায় ঘুরে দেখা যায় দূরের জলরাশি। তবে ভাটার সময় বালুচর অনেক দূর পর্যন্ত তৈরি হয়, যা হাঁটাহাঁটির জন্য আদর্শ হলেও সতর্ক থাকা জরুরি। আরও পড়ুন- weekend trip: চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি! সপ্তাহান্তে অতিরিক্ত ভিড় না থাকায় নিরাপত্তা থেকে শুরু করে পরিবেশ—সবকিছুই যথেষ্ট আরামদায়ক। যারা কলকাতার অল্প দূরেই একটি শান্ত, প্রকৃতি-ঘেরা, নিরিবিলি সমুদ্র ভ্রমণ খুঁজছেন, তাদের জন্য হরিপুর এখন নিখুঁত উইকেন্ড ট্রিপের নতুন ঠিকানা।
বিছানায় উঠবে ঝড়, একটি মাত্র সহজ কৌশলেই হবে বাজিমাত!
যৌনতায় মেতে ওঠার আগে ঘরে আনুন সামান্য বদল।
ঠিকাভিত্তিক কর্মী থেকে বেসরকারি আবাসনে ভোটকেন্দ্র, প্রশ্ন তুলে CEO-কে চিঠি মমতার
এসআইআরের মাঝেই ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
Investment: ১০ বছরের SIP, মাত্র ১ হাজার বিনিয়োগেই কয়েক লক্ষ টাকা পাবেন আপনি!
SIP Investment: নিফটি ৫০ ইনডেক্স ফান্ডের ঐতিহাসিক রিটার্ন প্রায় ১২ শতাংশ। আর সেই হিসাব ধরলে মাসিক ১ হাজার টাকা কেউ যদি কোনও ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে সেই বিনিয়োগ ১০ বছর পর মোট টাকা ২ লক্ষ ২৪ হাজার টাকায় পরিণত হবে।
মর্মান্তিক! রেললাইন পেরনোর সময় বন্দে ভারতের ধাক্কা, বেঙ্গালুরুতে প্রাণ গেল ২ নার্সিং পড়ুয়ার
দু'জনেই কেরলের বাসিন্দা।
এআই প্রযুক্তির হাত ধরে কৃষিতে বিরাট পরিবর্তন, উত্তরপ্রদেশে অভিনব উদ্যোগ যোগীর
ফলন বাড়াতে ড্রোন ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার।
Ravi Ghosh Birthday: 'চার্লি চ্যাপলিনের পায়ের নীচে বসে থাকত', রবি স্মরণে শুভাশিষ
শুভাশিষ মুখোপাধ্যায় রবি ঘোষ বাংলা নাট্যজগতের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলা চলচ্চিত্রেরও এক উজ্জ্বল ব্যক্তিত্ব। রবিদার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় দীর্ঘদিনের। একসঙ্গে অনেক কাজ করেছি। কিন্তু, আমার দুর্ভাগ্য মঞ্চে কোনওদিন একসঙ্গে অভিনয় করতে পারিনি। বিভিন্ন চলচ্চিত্রে কাজ করেছি। আমার প্রথম ধারাবাহিক 'অভিনন্দন ভগিরথ', যা বাংলা ধারাবাহিকের প্রায় প্রথম যুগের সিরিয়াল। সম্ভবত, সেটা ছিল বাংলা সিরিয়াল জগতের দ্বিতীয় ধারাবাহিক। সেখানে আমি একটি চরিত্রে অভিনয় করেছিলাম। আমার সঙ্গে ছিল রবি দা ও দীপঙ্কর দে। পরিচালক রাজা সেন আমাকে এই সিরিয়ালটিতে কাজ করাতে নিয়ে গিয়েছিলেন। সেই সূত্রে রবিদার সঙ্গে আমার প্রথম আলাপ। এরপর থেকে দীর্ঘ সম্পর্ক। রবি ঘোষ কত বড় মাপের শিল্পী ছিলেন তা আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তিনি যখন গ্রুপ থিয়েটার করতেন তখন লিটল থিয়েটর গ্রুপের প্রধান ছিলেন উৎপল দত্ত। সেই দলের নাটক দেখার সুযোগ হয়নি। তবে যেটা মনে পড়ে ছোটবেলায় একবার মিনারভা নাট্যগৃহে 'কল্লোল' দেখেছিলাম। কিন্তু, পরবর্তীকালে বা তার আগে লিটল থিয়েটর গ্রুপের কোনও নাটক দেখা হয়নি। কারণ সেগুলো প্রায় জন্মের আগে বা জন্মের পর সদ্য মুক্তিপ্রাপ্ত ছিল। তবে 'অঙ্গার' বলে মিনারভা নাট্যগৃহে বহুবছর চলেছিল, যেটা লিটল থিয়েটর গ্রুপেরই ছিল। সেখানে রবি দা অসাধারণ একটি চরিত্রে অভিনয় করতেন। পরবর্তীকালে অন্যান্য নাট্যদলে যখন কাজ করেছেন তাঁর অভিনয়ে একটি অন্য ধারার ছাপ রেখে গিয়েছেন। আমরা জানি সত্যজিৎ রায়ের ছবিতে কোন মাপের অভিনয় করে গিয়েছেন। বাংলা সিনেমায় তাঁকে বাঘা বললে অত্যোক্তি হবে না। আমরা ছোটবেলায় তাঁকে 'বাঘা' বলেই চিনতাম। 'গুপি গায়েন বাঘা বায়েনের' যে অমর সৃষ্টি সেই বাঘা। রবি দার যে একটা চাপা অভিনয়ের স্বভাব ছিল অর্থাৎ তিনি কোনওদিনই কোনওভাবেই উচ্চাখিত (subdued Acting)অভিনয় করতেন না। কোনওদিন সেই মাপের বাইরে গিয়ে অভিনয় করেননি এবং যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে যে কোনও চরিত্রকে নির্মাণ করে গিয়েছেন। রবি দা নিজে একটি নাট্যদলের পরিচালক ছিলেন। তাঁর সঙ্গে আমার কাজের সূত্রে বহুবার দেখা হয়েছে। রবি দার যেটা শেষ কাজ ছিল তার ঠিক দুদিন আগে আমি তাঁর সঙ্গে দূরদর্শনের একটি ধারাবাহিকে কাজ করছিলাম। সেটি শেষ পর্যন্ত হয়ে উঠেনি। কারণ কাজ শেষ করার দুদিন আগেই রবিদা আমাদের ছেড়ে চলে গেলেন। ধারাবাহিকের শ্যুটিংয়ের একটা কথা মনে আছে। বাবুঘাটের কাছে শ্যুটিং করে ফিরছিলাম। তখন সামান্য বৃষ্টি হচ্ছিল। ম্যাটাডোরে ফিরছিলাম, রবিদাও বললেন আমি যাব। আমরা বললাম এটাতে যাবেন না। কারণ আকাশে তখন মেঘ করেছে। আরও জোড়ে বৃষ্টি আসবে। তখন বললেন, তোরা যাবি আর আমি যেতে পারব না? যেতে যেতে বৃষ্টি নামল। তখন ত্রিপল, প্লাস্টিক আমরা সবাই মিলে মাথার উপর ধরেছিলাম। রবিদাও বলল, আমিও ধরব। ওইরকমভাবে আমরা গন্তব্যে পৌঁছলাম। রবিদা লাফিয়ে ম্যাটাডোর থেকে নামলেন আর বলে গেলেন, দেখা হচ্ছে পরের দিন। সেই যাওয়াই শেষ যাওয়া। তাই ধারাবাহিকের কাজও আর সম্পন্ন হয়নি। আমার দুর্ভাগ্য, যে এই ধারাবাহিকে জুটি ছিলাম আমরা। কিন্তু, তা সম্পূর্ণ হল না। রবিদার সঙ্গে আমার দেখা হত ওঁর বাড়িতেই। উনি থাকতেন গল্ফগ্রিনে। যে ফ্ল্যাটে থাকত তার পাশেই ছিল সেই সময়ের প্রখ্যাত পরিচালক দীনেন গুপ্তের ফ্ল্যাট। আমি তখন দীনেন দার ছবি-সিরিয়ালে কাজ করছিলাম। তাই যাতায়াত ছিল। সেই সুবাদে ওঁর সঙ্গে দেখা হত। তবে কোনওদিন ফ্ল্যাটের ভিতর দেখা হত না। নীচেই দেখতাম রবিদাকে। তবে একদিন দেখি ওঁর ফ্ল্যাটের দরজাটা খোলা। সোজাসুজি একটি দেওয়াল। সেখানে একটি সোফায় লুঙ্গি আর গেঞ্জি পরে বসে আছেন এবং রবিদার মাথার উপরে যিনি বিরাজ করছেন তিনি আমাদের কৌতুক জীবনের ভগবান 'কমেডি কিং' 'চার্লি চ্যাপলিন'। তাঁর পায়ের তলায় রবি ঘোষ বসে আছেন। সে যা দৃশ্য! আমাকে দেখে রবি দা বললেন, কী রে ভাল আছিস? আমি বললাম তুমি ভাল আছ? বলল, কোথায় যাচ্ছিস, খোকার (দীনেন গুপ্ত) কাছে? মাঝে মাঝে যখন রবিদার দরজা খোলা দেখতাম তখনই তিনি চার্লি চ্যাপলিনের পদতলে বসে আছে। রবিদা কমেডি করত বলে কিন্তু, এটা নয় যে সারাক্ষণ কমেডিই করে যাচ্ছে। একেবারেই নয়। আমার মনে আছে, একবার NT1 স্টুডিও থেকে তাঁর ব্যাগটি চুরি হয়ে যায়। সেদিনও তিনি উত্তেজিত হযনি বা রেগে যায়নি। একবার রাগতে দেখেছিলাম। তখন চলচ্চিত্রের পার্শ্বচরিত্রগুলো করতাম। কখনও আবার দলের কনিষ্ঠ ভিলেন বা মেইন ভিলেনের সাগরেদ। নর্থ বেঙ্গলে শ্যুটিং করতে গিয়েছি। সেখানে ভিলেনের দল পাহাড়ের উপর দিয়ে ছুটে যাচ্ছে। রবি ঘোষ পুলিশের বড়বাবুর চরিত্রে অভিনয় করছিলেন। পুলিশের ব্যান তাড়া করেছে আমাদের। বোমা মারতে মারতে এগচ্ছি। শট নেওয়া হবে উপর থেকে যেখানে রবি দার জিপটা এসে পাহাড়ে উঠছে। পরিচালক রবিদাকে বললেন, তুমি জিপে বসবে। রবিদা বলল ক্যামেরা কোথায়?পরিচালক বললেন, ওই তো উপরে। পাহাড়ের উপরে ক্যামেরা ফিট করা আছে। রবিদা বলল, ওখান থেকে আমাকে কী দেখবে? তবে পরিচালক বোঝানোর পর রবিদা রাজি হল। তখন যে পদ্ধতিতে বোমা ফাটানো হত সেগুলো যখন ফাটত তখন মাটিগুলো এমনভাবে উড়ত যা ধোঁয়ার সৃষ্টি করত। শট শুরু হল। গাড়ির সামনে যেমন বোমা ফাটার কথাছিল সেটা হল। গাড়ির ভিতর রবিদাকে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তিত। হঠাৎ দেখি একটা ভূত গাড়ি থেকে বেরিয়ে আসছে। সারা শরীর মাটিতে মাখামাখি। মাথায় টুপি আর চোখটা দেখা যাচ্ছে। ভূতের মতো তাকিয়ে আছে, প্রচণ্ড রেগে আছে। পরিচালককে সামনে আসতেই রবিদা বলল, আমি বারণ করলাম গাড়িতে বসিও না। এটা কী হল! ওই অবস্থায় সোজা হোটেলে চলে গেল। রবিদার সঙ্গে কাটানো এই সময়গুলোর কথাই বারবার মনে পড়ে। আশুতোষ কলেজের মঞ্চে ছদ্মবেশি নাটকটা করছে। সেই সময় কলকাতার এক নামী সংবাদপত্র থেকে ওই নাটকের সমালোচনা করতে বলা হল। আমি প্রথমেই না করে দিলাম, কারণ আমার পক্ষে এটা সম্ভবই ছিল না। তবুও আমাকে রাজি করানো হল। অগত্যা রবিদার নাটক দেখতে গেলাম। দেখার পর আমার যা যা মনে হল সেটা লিখেছি। আমার চোখে যে দু-একটি ভুল ধরা পড়েছিল সেটারও উল্লেখ করেছিলাম। রিভিউটি বেরনোর পর যখন রবিদার সঙ্গে দেখা হত পালিয়ে যেতাম। কিন্তু, কোনওদিন ওই রিভিউ নিয়ে কথা বলেননি। এইরকম মানুষ ছিলেন রবিদা। আজ থাকলে অনেক পরামর্শ পেতাম। NT1 স্টুডিও-তে কাজ করছিলাম দুজনে। মেকআপ করছিলাম। স্টুডিওর ১০ নম্বর রুমে সিনিয়ররা বসতেন। সৌভাগ্যক্রমে আমিও সেখানে জায়গা পেয়েছিলাম। লাঞ্চের পর একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হয়েছিল। পাশে একটা সোফা ছিল। সেখানে একটু শুয়ে পরি। আরেকটা সোফায় রবিদা বসেছিল। আমাকে যখন শটের জন্য সহকারী পরিচালক ডাকতে এলেন তখন তো আমি ঘুমের মধ্যে। রবিদা বলল তাড়াতাড়ি ওঠ, শট রেডি। তড়িঘড়ি করে উঠে চোখে জল দিয়ে শটের জন্য গেলাম। রবিদা তখন বলল, শোন যেটা করছিলি একদম ঠিক কাজ। আমাদের শরীরে ঘুমটা ভীষণ প্রয়োজন। যে যা বলে বলুক সুযোগ পেলে ঘুমিয়ে নিবি। এই ধরনের সাপোর্ট ক'জন করে! আমি কিন্তু, তারপর থেকে এখনও পর্যন্ত খাবারের পর একটু ঘুমিয়ে নিই।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহে দুবাই এয়ার শো চলাকালীন ভারতীয় বায়ুসেনার দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস ভেঙে পড়লে প্রাণ হারান উইং কমান্ডার নমংশ স্যাল। মর্মান্তিক এই দুর্ঘটনার পরও এয়ার শো-র আয়োজকদের নির্ঘণ্ট অনুযায়ী এই প্রদর্শন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন মার্কিন বায়ুসেনার এক পাইলট। মার্কিন বায়ুসেনার F-16 ভাইপার ডেমোনস্ট্রেশন টিমের কমান্ডার […] The post Dubai air show | ভারতীয় পাইলটের মৃত্যুর পরেও চলল ‘এয়ার শো’! ক্ষুব্ধ মার্কিন বায়ুসেনা বাতিল করল পারফরম্যান্স appeared first on Uttarbanga Sambad .
আসন্ন নির্বাচনের আগে রাজ্যে দুই “উদ্বেগজনক ও জরুরি” পরিস্থিতি নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি চিঠি পাঠালেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। চিঠিতে তিনি অভিযোগ তুলেছেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কেন্দ্রীভূত সিদ্ধান্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় লিখেছেন, “দুটি উদ্বেগজনক ও জরুরি বিষয় আমার নজরে এসেছে। যা নিয়ে অবিলম্বে কমিশনের হস্তক্ষেপ প্রয়োজন।” ডেটা এন্ট্রি কর্মী নিয়োগে CEO–র RfP নিয়ে প্রশ্ন: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম আপত্তি উঠেছে এক ‘সন্দেহজনক’ Request for Proposal (RfP) নিয়ে। তিনি লিখেছেন, CEO পশ্চিমবঙ্গ জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যাতে তারা আর চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর বা বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের SIR বা নির্বাচন সংক্রান্ত কাজে ব্যবহার না করেন। একই সঙ্গে CEO–র দপ্তর থেকে ১,০০০ ডেটা এন্ট্রি অপারেটর ও ৫০ সফটওয়্যার ডেভেলপার নিয়োগের জন্য কেন্দ্রীভূত দরপত্র আহ্বান করা হয়েছে, মেয়াদ এক বছর। আরও পড়ুন- SIR fear death: “আমাকে বাংলাদেশে পাঠাবে!” আতঙ্কে ঘুম হারাম! শেষমেশ ঝরে গেল আরও এক প্রাণ মুখ্যমন্ত্রীর প্রশ্ন: “যেখানে জেলাগুলিতে আগে থেকেই প্রশিক্ষিত ও দক্ষ কর্মী রয়েছেন, সেখানে হঠাৎ এই নতুন নিয়োগের প্রয়োজন কেন? জেলাগুলি স্বাধীনভাবে কর্মী নিয়োগ করতে পারে। তাহলে CEO-র দপ্তর কেন তাদের দায়িত্ব নিজেদের হাতে তুলে নিচ্ছে? এই পদক্ষেপ কি কোনও রাজনৈতিক দলের স্বার্থ রক্ষার্থে নেওয়া হচ্ছে?”তিনি চিঠিতে লেখেন, এই দরপত্রের সময় ও পদ্ধতি, দুটিই সন্দেহের উদ্রেক করছে। আরও পড়ুন- Kolkata News: ধর্মতলায় ধুন্ধুমার! এসএলএসটি চাকরিপ্রার্থীদের মিছিলে অগ্নিগর্ভ কলকাতা বেসরকারি আবাসনে ভোটকেন্দ্র স্থাপনের বিরোধিতা: দ্বিতীয় বিষয়ে মুখ্যমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন। তাঁর দাবি, নির্বাচন কমিশন নাকি বেসরকারি আবাসিক কমপ্লেক্সে ভোটকেন্দ্র স্থাপনের সম্ভাবনা বিবেচনা করছে, এবং এই বিষয়ে DEO–দের মতামত চাওয়া হয়েছে। Sharing herewith my today's letter to the Chief Election Commissioner, articulating my serious concerns in respect of two latest and disturbing developments. pic.twitter.com/JhkFkF6RWs — Mamata Banerjee (@MamataOfficial) November 24, 2025 এই প্রসঙ্গে তিনি বলেন, “ভোটকেন্দ্র সবসময় সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে তৈরি করা হয়। এটি নিরপেক্ষতা রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি।”“প্রাইভেট কমপ্লেক্সে ভোটকেন্দ্র তৈরি করলে বৈষম্য তৈরি হবে, একদিকে সচ্ছল বাসিন্দারা, অন্য দিকে সাধারণ মানুষ। এটি কি কোনও রাজনৈতিক দলের স্বার্থে করা হচ্ছে?” আরও পড়ুন- West Bengal News Live Updates: প্রয়াত ধর্মেন্দ্র, চোখে জল প্রধানমন্ত্রী মোদীর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে আরও সতর্ক করেন, “এই ধরনের সিদ্ধান্ত নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা, সমতা ও বিশ্বাসযোগ্যতার উপর গভীর প্রভাব ফেলবে।” চিঠির শেষে তিনি লিখেছেন,“আমি আপনাকে অনুরোধ করছি, বিষয়গুলি সর্বোচ্চ গুরুত্ব, নিষ্পক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা করুন। কমিশনের মর্যাদা যেন কোনওভাবেই নষ্ট না হয়।”
Malda: আদর করার ছলে হাসপাতাল থেকে ১০ দিনের শিশুকে চুরি, সামনে এল CCTV ফুটেজ
Baby theft from hospital: মোথাবাড়ি থানায় শিশু চুরির অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের অনুমান, মহিলা একা ছিলেন না। মহিলার পাশাপাশি সিসিটিভি ফুটেজে আর যে ২ জনকে দেখা গিয়েছে, তাঁদের ব্যাপারেও খোঁজ খবর নিচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত শিশুর খোঁজ পাওয়া যায়নি।
SIR: সার্ভার ডাউন? বিএলও-দের সমস্যা মেটাতে তৎপর কমিশন
SIR In WB: ফর্ম ডিজিটাউজ করতে বিএলও-রা সমস্যায় পড়ছেন। সার্ভার সমস্যা নিয়েই টেলিকম সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসবে কমিশন। কীভাবে ইন্টারনেট পরিষেবার মান বাড়ানো যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। শুরুতে নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশিকা এসেছিল, বিএলও-দের দায়িত্ব শেষ হচ্ছিল ফর্ম জমা দেওয়াতেই।
‘মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা’, কমিশন এবং বিজেপিকে অভিষেকের SIR তোপ
এসআইআর আবহে মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Siliguri |মুম্বই থেকে কাতার! সাইবার প্রতারণার জাল বিছিয়ে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার ২ অভিযুক্ত
শিলিগুড়ি: সাইবার প্রতারণার অভিযোগে শিলিগুড়ি(Siliguri) থেকে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করল মুম্বইয়ের সাইবার সিটি থানার পুলিশ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ের সাইবার থানায় দুটি আলাদা প্রতারণার অভিযোগ দায়ের হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, শিলিগুড়ির(Siliguri) ২ বাসিন্দার মোবাইল নম্বর, হোয়াটঅ্যাপ অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে এই প্রতারণার ঘটনা ঘটানো হয়েছে। তদন্তে মলয় পাল ও মনোজিৎ বর্মন […] The post Siliguri | মুম্বই থেকে কাতার! সাইবার প্রতারণার জাল বিছিয়ে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার ২ অভিযুক্ত appeared first on Uttarbanga Sambad .
Uluberia |মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায়! নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল পুলকার, মৃত্যু ৩ স্কুল পড়ুয়ার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পড়ুয়াদের নিয়ে স্কুল থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উলটে পড়ল একটি পুলকার। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ পড়ুয়ার। আহত হয়েছে ২ জন। সোমবার ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ায় (Uluberia)। বিস্তারিত আসছে… The post Uluberia | মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায়! নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল পুলকার, মৃত্যু ৩ স্কুল পড়ুয়ার appeared first on Uttarbanga Sambad .
Kasba Case: কসবাকাণ্ড: ঠিক কোন কথায় আদর্শের সঙ্গে কথা কাটাকাটি কোমলের?
Kasba Case: আরও বেশ কিছু বন্ধু ওই পার্টিতে যোগ দেওয়ার কথা থাকলেও আদর্শের এক ঘনিষ্ঠ বন্ধু শেষ পর্যন্ত আসেনি। মদ্যপানের করে কথা-কাটাকাটির মধ্যে তিনজন একে-অপরের মধ্যে মারধরের শুরু হয় বলে বলে অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে। যদিও ঠিক কোন কথায় বচসা, তা এখনও পুলিশ জানতে পারেনি।
‘বাড়িতে এলে বিএলওদের আটকে রাখুন’, ঝাড়খণ্ডের মন্ত্রীর ‘নিদানে’তুঙ্গে বিতর্ক
এসআইআরের বিরুদ্ধে প্রথম থেকেই সুর চরিয়ে এসেছে বিরোধীরা।
Dharmendra Best Films: কেন অন্যতম সেরা অভিনেতা তিনি? ধর্মেন্দ্রর এই ছবিগুলো দেখলেই বোঝা যাবে...
Hema Malini-Dharmendra: রূপোলি দুনিয়ার তারকাদের সম্পত্তির পরিমান কত তা জানতে সদা আগ্রহী থাকে অনুরাগীরা। এই মুহূর্তে চর্চায় রয়েছেন বলিউডের কিংবদন্তি দম্পতি ধর্মেন্দ্র ও হেমা মালিনী। সোমবার দুপুরে আচমকা রটে যায় অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বড় পর্দার বীরু। এই খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়তেই সানি দেওলের চিমের তরফে জানানো হয় এটি সম্পূর্ণ গুজব। রুটিন চেক আপের জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন হেমা মালিনী। তিনিও সংবাদমাধ্যমকে আশ্বস্ত করেছেন ধর্মেন্দ্র ভাল আছেন। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। এক নজরে দেখে নেওয়া যাক শোলে জুটির মোট সম্পত্তির পরিমান কত। কোন খাতে তাঁরা কত বিনিয়োগ করেছেন। আরও পড়ুন ICU-তে অত্যন্ত সংকটজনক ধর্মেন্দ্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য হেমা-ধর্মেন্দ্র সম্পত্তির পরিমান ২০২৪ সালে মথুরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তাঁর নির্বাচনী হলফনামায় মোট সম্পত্তির পরিমান উল্লেখ ছিল। নথি অনুসারে, ড্রিম গার্লের সম্পদের পরিমান ১২৯ কোটি টাকা। আর ধর্মেন্দ্রর মোট সম্পত্তি ১৬৯ কোটি। তারকা দম্পতির যৌথ সম্পদের পরিমান ২৯৭ কোটি টাকা। ড্রিম গার্লের উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ২.৯৬ কোটি টাকা আর নদগ অর্থের পরিমান ১৩ লক্ষরও বেশি। ধর্মেন্দ্রর টাকার পরিমান ৪৩ লক্ষের অধিক। আরও পড়ুন ভেন্টিলেটর সাপোর্টে ধর্মেন্দ্র, কেমন আছেন কিংবদন্তি অভিনেতা? জেনে নিন হেলথ আপডেট দম্পতির বিনিয়োগ হেমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে ১.১৩ কোটির বেশি অর্থ। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন ৪.২৮ কোটির বেশি টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন দু'কোটির বেশি অর্থ। ২০২৪ সালের হলফনামায় হেমা নিজেকে ১.৩ মিলিয়ানের মালিক হিসেবে ঘোষণা করেছিলেন। সেখানে ধর্মেন্দ্রর নগদ সম্পত্তি ৪.৩ মিলিয়ান। হেমার গয়না সাংসদ-অভিনেত্রী হেমা মালিনীর রয়েছে ৩.৩৯ কোটি টাকার গয়না। স্থাবর সম্পত্তির মোটে মূল্য ১০০ কোটির বেশি। অন্যদিকে ধর্মেন্দ্র ১৩৬ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি রয়েছে। ঋণের ক্ষেত্রে হেমার রয়েছে ১.৪২ কোটি টাকা যা ধর্মেন্দ্রর ক্ষেত্রে অনেকটাই বেশি। সেই অর্থের পরিমান ৬.৪৯ কোটি টাকা। ধর্মেন্দ্র কতটা ধনী? বলিউডের হি-ম্যান নামে পরিচাত ধর্মেন্দ্রর আনুমানিক মোট সম্পত্তির পরিমান ৩৩৫ কোটি থেকে ৪৫০ কোটি। ফিল্মি কেরিয়ারে তিনি ৩০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। আয়ের সিংহভাগ এসেছে চলচ্চিত্র, ব্র্যান্ড ও রিয়েল এস্টেটে বিনিয়োগ মারফৎ। লোনাওয়ালায় ১০০ একরের একটি বিশাল খামার বাড়ি আছে। মুম্বইয়ে বেশ কয়েকটি বিলাসবহুল সম্পত্তি ও গাড়ির মালিক। এছাড়াও কয়েকটি রেস্তোরাঁয় তাঁর কিছু অংশীদারিত্ব রয়েছে। আরও পড়ুন ধর্মেন্দ্রর অবস্থা সংকটজনক, চর্চার মাঝে হাসপাতালে হেমা, অভিনেতার স্বাস্থ্য নিয়ে কী বললেন ড্রিম গার্ল?
SIR fear death: “আমাকে বাংলাদেশে পাঠাবে!” আতঙ্কে ঘুম হারাম! শেষমেশ ঝরে গেল আরও এক প্রাণ
West Bengal SIR panic: পশ্চিম মেদিনীপুরের পিংলায় আবারও SIR আতঙ্কে মর্মান্তিক মৃত্যু। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত ভয় ও মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাবলু হেমব্রম নামে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি। ঘটনাটি সামনে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় বাবলু হেমব্রম বা তাঁর পরিবারের কারও নামই ছিল না। এই তথ্য জানার পর থেকেই চরম আতঙ্কে ভুগছিলেন তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরেই তিনি ক্রমাগত বলছিলেন যে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। মানসিক চাপেই তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হয়। আরও পড়ুন- Kolkata News: ধর্মতলায় ধুন্ধুমার! এসএলএসটি চাকরিপ্রার্থীদের মিছিলে অগ্নিগর্ভ কলকাতা রবিবার গভীর রাতে বাবলু হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত বাবলুর বাড়িতে বৃদ্ধা মা, চার সন্তান এবং গত বছর মারা যাওয়া স্ত্রীর স্মৃতির ভারে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আরও পড়ুন- West Bengal News Live Updates: প্রয়াত ধর্মেন্দ্র, চোখে জল প্রধানমন্ত্রী মোদীর রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বহু জেলায়। পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে চলছে এই সমীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মৃত্যু ও অসুস্থতার অভিযোগ সামনে আসছে। এবার সেই তালিকায় যোগ হলো পিংলার বাবলু হেমব্রম। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে মৃতের বাড়িতে যান পিংলার বিধায়ক অজিত মাইতি। আকস্মিক মৃত্যুর জন্য তিনি সরাসরি দায়ী করেছেন নির্বাচন কমিশনকে। পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তুললেন তীব্র অভিযোগ। তাঁর বক্তব্য,“এসআইআর নিয়ে বিজেপির অপপ্রচারের জেরে আরেকটি প্রাণহানি ঘটল। মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করাই এর মূল কারণ।” আরও পড়ুন- West Bengal SIR 2025: পরিবারের কাছে 'মৃত' বিবেক ৩৭ বছর পরও জীবিত! SIR-এর দৌলতে পুনর্মিলন, বাংলার বুকে চমকে দেওয়া ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বাবলুর পরিবার এখন পুরোপুরি ভেঙে পড়েছে। এসআইআর আতঙ্কে এভাবে মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে, ভোটার তালিকার সমীক্ষা কি সাধারণ মানুষের মনে ভয়ের সঞ্চার করছে? নাকি রাজনৈতিক অপপ্রচারের প্রভাবে অযথা আতঙ্ক ছড়িয়ে পড়ছে সমাজে?ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
তামিলনাড়ুর পর উত্তরাখণ্ডে পথদুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত অন্তত ৫
দুর্ঘটনায় ২০ জন আহত।
SSC Job Seeker Protest: শূন্যপদের দাবিতে প্রতিবাদ! পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ চাকরিপ্রার্থীদের
SSC News: সোমবার শহরের পথ দখল করেন ফ্রেশার চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের অভিযোগ, পূর্ণ নম্বর পেয়েও এসএসসির ইন্টারভিউয়ে ডাক পায়নি তাঁরা। তাই বাতিল করতে হবে অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া ১০ নম্বর। পাশাপাশি, বাড়াতে হবে ১ লক্ষ শূন্যপদ।
Tamil Nadu |তামিলনাডুতে ভয়াবহ দুর্ঘটনা! দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, আহত অনেকে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ৬ জন (Bus accident)। আহত হয়েছেন অনেকে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে তামিলনাডুর টেনকাসি জেলায় (Tamil Nadu)। পুলিশ সূত্রে খবর, একটি বাস মাদুরাই থেকে টেনকাসির দিকে যাচ্ছিল। অন্যটি কাদাইয়ানাল্লুরের দিকে যাচ্ছিল। সেই সময় ইদাইক্কালের কাছে বাস দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। মৃতদের […] The post Tamil Nadu | তামিলনাডুতে ভয়াবহ দুর্ঘটনা! দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, আহত অনেকে appeared first on Uttarbanga Sambad .
CV Ananda Bose: হঠাৎ কেন আজই সীমান্তে যাচ্ছেন রাজ্যপাল বোস?
দালালের মাধ্যমে ভারতে এসেছিলাম। আমরা চারজন ছিলাম। আমাদের কাছ থেকে আড়াই হাজার টাকা করে নিয়েছিল। ঘোজাডাঙা সীমান্ত দিয়ে ঢুকেছিলাম। এই আবহের মধ্যে রাজ্যপাল হাকিমপুর এবং মুর্শিদাবাদ যাবেন আজ। SIR-র জন্য বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করতে যাবেন তিনি। কত লোক সীমান্তে দাড়িয়ে আছেন এবং কত লোকজন পারাপার করছেন তা দেখতে দু দিনের সফরে রাজ্যপাল।
Dharmendra-Ekavali Khanna Ikkis: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র যিনি সকলের কাছে 'হি-ম্যান' নামে বিশেষভাবে পরিচিত। এক সপ্তাহ আগেই গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা। সেই সময় মৃত্যুর ভুঁয়ো খবর চাউর হওয়ার মাঝেই পরিবারের সঙ্গে বাড়ি ফিরেছিলেন পর্দার 'বীরু'। সানি দেওল, এষা দেওল, হেমা মালিনী প্রত্যেকেই জানিয়েছিলেন ধর্মেন্দ্র ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আরও পড়ুন কেমোর সময় মানুষ ১৩ লাখ টাকা সাহায্য করেছিল এখন আমার কর্তব্য পালনের পালা: চন্দন সেন আগামী ৮ ডিসেম্বর দেওল পরিবার ধর্মেন্দ্রর জন্মদিন সেলিব্রেট করার পরিকল্পনা করছিল। সেই সঙ্গে এষাও নিজের বি-লেটেড হ্যাপি বার্থডে উদযাপন করার ইচ্ছেপ্রকাশ করেন। সবমিলিয়ে ৮ ডিসেম্বর তারকা পরিবারে উৎসবের ডবল ডোজ! কিন্তু, তার আগেই সব শেষ। ২৪ নভেম্বর, সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। আরও পড়ুন মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই তাই মনে হয় জীবনটা রান্নাবাটির মতো খেলার ছলে কাটিয়ে দিলেই তো ভাল: সোহিনী আর মাত্র কয়েকদিন পরই সেলুলয়েডে মুক্তি পাবে ধর্মেন্দ্র অভিনীত শেষ ছবি 'ইক্কিস'। M.L. Khetarpal-এর চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন বলি ডিভা Ekavali Khanna। অভিনেতার প্রয়াণের খবরে ভেঙে পড়েছেন অভিনেত্রী। বিমানে ওঠার কিছুক্ষণ আগে তাঁর কাছে খবর পৌঁছাতেই চোখে জল Ekavali-এর। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেত্রী অত্যন্ত দুঃখের সঙ্গে বলেন, 'ধরমজির মতো সুন্দর হৃদয় আর ভাল মনের মানুষ সত্যিই হয় না। এত স্নেহশীল, সকলকে ভালবেসে কাছে টেনে নেন। সহজাত সৌন্দর্যে ভরা একজন মানুষ ছিলেন।' আরও পড়ুন বাংলায় কাজ করতে চাই কিন্তু বাজেটের জন্য কেউ ডাকে না, ভাল চরিত্র পেলে কম্প্রোমাইজ করতে রাজি: সুস্মিতা ধর্মেন্দ্রর কথা বলতে গিয়ে আরও যোগ করেন, 'সবসময় চারপাশের সবাইকে ভালবাসায় বেঁধে রাখতেন। প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলতেন। আজ এই খবরটা শুনে আমার মন পুরো ভেঙে গিয়েছে। ধরমজির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটি কথা আমি সারাজীবন হৃদয়ে সযত্নে আগলে রাখব।' প্রসঙ্গত, ডিসেম্বরে মুক্তি পাবে 'ইক্কিস'। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এই ছবির মাধ্যমে আরও একবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবেন লেজেন্ডারি অভিনেতা ধর্মেন্দ্র দেওল সে কথা বলাইবাহুল্য। আরও পড়ুন সমাজে একটা বিদ্যা ব্যানার্জি প্রয়োজন, আমি চাই স্নেহাশিষ চক্রবর্তীর এই গল্প দিদি দেখুক: স্বস্তিকা দত্ত
SLST: এসএলএসটি চাকরিপ্রার্থীদের মিছিলে ধুন্ধুমার, চ্যাংদোলা করে নিয়ে গেল পুলিশ
SLST: অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর বাতিল করতে হবে, এই দাবি নিয়ে পথে নামেন নবাগতরা। তাঁদের প্রথমে ধর্মতলা যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ঠিক হয়, তাঁরা রামলীলা ময়দান যাবেন। কিন্তু নির্দিষ্ট রুটেই নতুন চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়।
ভারতের ব্যাটিং ভরাডুবির মধ্যেই ইঙ্গিতবাহী পোস্ট করুণের, নির্বাচকদের কটাক্ষ?
বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে চলেছেন করুণ নায়ার।
Fresh Dough Benefits: ফ্রিজে আটা রেখে খাচ্ছেন, জানেন আপনার কী হতে পারে?
Fresh Dough Benefits: গৃহস্থ বাড়িতে রুটি বানাতে আটা মাখা প্রতিদিনের একটি স্বাভাবিক অভ্যাস। তবে অনেকেই ব্যস্ত জীবনে সুবিধার জন্য একবারে বেশি আটা মেখে রেখে দেন। পরে এক বা দুই দিন ধরে সেই মাখা আটা বা ময়দা ব্যবহার করেন। পুষ্টিবিদরা সতর্ক করে যা জানিয়েছেন আর, এতেই আপত্তি পুষ্টিবিদদের। তাঁরা পরিষ্কার জানাচ্ছেন, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। পুষ্টিবিদ শ্বেতা শাহ ও থানের একাধিক পুষ্টি বিশেষজ্ঞের মতে, ফ্রিজে রাখা ময়দা বা দীর্ঘ সময় ধরে ফেলে রাখা আটা শরীরের হজম ক্ষমতা ও অন্ত্রের ওপর কুপ্রভাব ফেলতে পারে। পুষ্টিবিদরা জানিয়েছেন, এই জমিয়ে রাখা আটা বা ময়দাই শরীরের নানা রোগ সৃষ্টির জন্য দায়ী। আরও পড়ুন- শীত পড়তেই অসুস্থতায় খাবি খাচ্ছেন? এই কয়টি নিয়ম মানলেই থাকবেন ফিট! শ্বেতা শাহ জানিয়েছেন, ময়দা দীর্ঘ সময় জলের সঙ্গে মিশে থাকলে গ্লুটেনের বিক্রিয়া বাড়তে পারে। গ্লুটেন মূলত গমের ভেতরের একটি প্রোটিন। যা জলের সংস্পর্শে এসে ইলাস্টিক বা টানটান ভাব তৈরি করে। সাধারণভাবে এটি রুটিকে নরম করে, হালকা ফোলা অনুভূতি দেয় এবং আটা মাখতে সাহায্য করে। কিন্তু যখন আটা ১০–৪৮ ঘণ্টা ফ্রিজে রাখা হয় বা সারাদিন ঘরে রেখে দেওয়া হয়, তখন গ্লুটেন অত্যধিক বেশি হয়ে রুটি শক্ত, রাবারের মত হয়ে যায়। আর, তা চিবানোও কঠিন হয়ে যায়। এই অতিরিক্ত গ্লুটেন অনেকের পেটেও অস্বস্তি তৈরি করে এবং রুটি হজম করা কঠিন হয়ে পড়ে। তাই পুষ্টিবিদরা মনে করেন, তাজা আটা সবসময়ই কম গ্লুটেন নিঃসরণ করে। এটা শরীরের জন্য সহজপাচ্য। আরও পড়ুন- মন ছুঁয়ে যাবে, মাত্র কয়েকদিনের ছুটিতে উপভোগ করুন স্বর্গীয় সৌন্দর্য! থানের কেআইএমএস (KIMS) হাসপাতালের প্রধান ডায়েটিশিয়ান ডা. আমরিন শেখ বলেন, 'ময়দা বেশি সময় ধরে পড়ে থাকলে তার গঠন ও গুণগত মানে পরিবর্তন আসে।' তিনি জানান যে ময়দা অনেকক্ষণ ধরে জলে ভেজা থাকলে গ্লুটেন শিথিল হয়ে আবার শক্তভাবে প্রসারিত হয়। যা অন্ত্রের প্রয়োজনের তুলনায় বেশি চাপ সৃষ্টি করে। এটা পেট ফাঁপা, অস্বস্তি, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা তৈরি করতে পারে। এমনকী যাঁরা প্রায়শই বলেন যে আটা তাঁদের শরীরে সহ্য হয় না, তাঁদের সেই সহ্য না হওয়ার আসল কারণ পরে দেখা যাচ্ছে যে মেখে রাখা বাসি আটা বা ময়দাই দায়ী। আরও পড়ুন- সামান্য উপকরণ, মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন চিংড়ি মাছের মালাইকারি! শুধু হজমে সমস্যা তৈরি করাই নয়। বাসি আটা এবং ময়দার জন্য পুষ্টিতেও পার্থক্য তৈরি হয়ে যায়। তাজা গম বা ময়দায় প্রাকৃতিক তেল, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ বেশি থাকে। বিশেষ করে ভিটামিন বি ও ফাইবার তাজা ময়দায় বেশি থাকে। কিন্তু বেশি দিন মেখে রাখা আটায় তেল ও পুষ্টিগুণ কমতে থাকে। শুধু তাই নয়, মেখে রাখা আটার স্বাদও বদলে যায় এবং গন্ধে এক ধরনের বাসি ভাব থাকে। আরও পড়ুন- বিড়ালদেরও ডিমেনশিয়া হতে পারে, আপনার পোষ্য সেই কষ্টে ভুগছে না তো? সেসব কথা মাথায় রেখেই পুষ্টিবিদরা জানিয়েছেন, জল দিয়ে মাখা ময়দা কখনও ফ্রিজে দীর্ঘদিন রাখা উচিত নয়। কেউ যদি সময় বাঁচাতে আগেভাগে ময়দা মেখে রাখেন, তবে সামান্য তেল মিশিয়ে আটা মেখে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তা ব্যবহার করাই ভালো। এতে গ্লুটেনের অতিরিক্ত বৃদ্ধি আটকানো সম্ভব হয়।
‘আলোচনাতেই আসেনি নাম…’, কেন পন্থ থাকতেও ওয়ানডে অধিনায়ক রাহুল? জানা গেল কারণ
গুয়াহাটি টেস্টে ৩৮তম টেস্ট অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েছেন পন্থ।
পুকুরে পড়ে গেল গাড়ি! স্কুল থেকে ফেরার পথে মৃত্যু ৩ পড়ুয়ার
জখম আরও দুই পড়ুয়া।
ইলেকট্রনিক্স উৎপাদনের গ্লোবাল হাব উত্তরপ্রদেশ, কর্মসংস্থানের সুযোগ বাড়ছে যোগীরাজ্যে
আইটি বিনিয়োগে জোয়ার, ৮.৫ বছরে দ্বিগুণ রপ্তানি।
‘রকি-রানি’র শুটিংয়ে বাঙালিদের নিয়ে টোটাকে কী বলেছিলেন ধর্মেন্দ্র?
তবে শুধু অভিনয় নয়, শুটিংয়ের ফাঁকে নানা আড্ডায় ধর্মেন্দ্রকে খুবই কাছ থেকে দেখে টোটা বুঝতে পেরেছিলেন, কতটা বড় মনের মানুষ বলিউডের হিম্য়ান। তবে টোটার একটা দুঃখ, ভারতীয় চলচ্চিত্রে হিম্যান, অ্যাকশন হিরো হিসেবে লেটার মার্কস পেলেও, দুরন্ত অভিনেতা হিসেবে কম নম্বরই পেয়েছেন ধর্মেন্দ্র।
অধিকাংশ মন্ত্রীই কোটিপতি, বিহারে নতুন মন্ত্রিসভার কতজনের রয়েছে ‘ক্রিমিনাল রেকর্ড’?
বিহারের জনতা বিপুল ভোটে জয়ী করেছেন এনডিএ প্রার্থীদের।
Dharmendra |শিক্ষকের ছেলে, রেলের চাকরি ছেড়ে বলিউডে আসেন! কেমন ছিল ধর্মেন্দ্রর জীবনের ওঠাপড়া?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৬ দশকের বর্ণময় পথচলা। ঝুলিতে ৩০০র বেশি ছবি, অসংখ্য ব্লক বাস্টার রয়েছে কেরিয়ারে। সোমবারের দুপুরে যখন ধরম সিং দেওলের নশ্বর দেহ মুম্বইয়ের ভিলে পার্লের শ্মশানে প্রবেশ করছিল তখনও অনুরাগীরা অনেকেই জানতে পারেননি ‘হি-ম্যান’ (Dharmendra) আর নেই। শেষ যাত্রা নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখেছিলেন স্ত্রী হেমামালিনী, ছেলে সানি দেওলরা। তবে ইন্ডাস্ট্রিতে ধর্মেন্দ্রর […] The post Dharmendra | শিক্ষকের ছেলে, রেলের চাকরি ছেড়ে বলিউডে আসেন! কেমন ছিল ধর্মেন্দ্রর জীবনের ওঠাপড়া? appeared first on Uttarbanga Sambad .
খোলা আকাশের নিচেই পড়াশোনা, ফরাক্কার আদিবাসী গ্রামে কমলার পাঠশালায় শিক্ষার আলো
এখন ৪৫ জন পড়ুয়া রয়েছে তাঁর পাঠশালায়।
Virender Sehwag in Burdwan: বর্ধমানে আসছেন বীরেন্দ্র সেহওয়াগ, কবে-কখন-কোথায়?
Virender Sehwag: বীরেন্দ্র সেহওয়াগ। এই নামটা শুনলে শুধুমাত্র একটাই ছবি চোখের সামনে ভেসে ওঠে। গোটা ক্রিকেট মাঠজুড়ে শুধুমাত্র চার-ছক্কার বন্যা। মুলতানের মাটিতে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন। শচীন তেন্ডুলকরের সঙ্গে তার ওপেনিং পার্টনারশিপ আজও বিশ্ব ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তী ব্য়াটার নাকি এবার আসছেন বর্ধমান শহরে? শুনতে খানিকটা অবাক লাগলেও, এটাই সবচেয়ে বড় সত্যি! আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। Virender Sehwag: পাকিস্তান যেন 'কুকুরের লেজ', ভরা বাজারে 'বেইজ্জত' করলেন সেহওয়াগ শুরু হচ্ছে রাজনন্দিনী কাপ (Rajnandini Cup 2025)। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে এই টেনিস ক্রিকেট বল টুর্নামেন্ট। চলবে ৩০ তারিখ পর্যন্ত। প্রতিদিনই কোনও না কোনও সেলিব্রিটি আসবেন এই টুর্নামেন্টে। তো, এই টুর্নামেন্টের শেষদিন উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। সোমবার (২৪ নভেম্বর) একটি সাংবাদিক বৈঠক করে এই কথা জানানো হয়েছে। 'নজফগড়ের নবাব' আসছে শুনেই স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার দেখতে পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, ইতিপূর্বে এই টুর্নামেন্টে ব্রায়ান লারা, ক্রিস গেইল, ইরফান পাঠান, কপিল দেব এবং হরভজন সিংয়ের মতো তারকা ক্রিকেটাররা প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। এবার সেই তালিকায় সেহওয়াগের নাম যুক্ত হতে চলেছে। Virender Sehwag: 'ভারত এমন জবাব দেবে, ভুলতে পারবে না পাকিস্তান', খুল্লমখুল্লা হুঙ্কার সেহওয়াগের কোন ফরম্য়াটে খেলা হবে এই টুর্নামেন্ট? এই সাংবাদিক বৈঠকে আরও বলা হয়েছে, চলতি বছর মোট ১৬ দলের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। প্রত্যেকটা ম্য়াচই আট ওভার করে হবে। প্রথম দিন ৮ দলের মধ্যে খেলা হবে। এরমধ্যে থেকে দুটো দল সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। পরের দিন অর্থাৎ ২৯ তারিখও একইভাবে আটটি দলের মধ্যে থেকে ২ দল সেমিফাইনালের যোগত্যা অর্জন করবে। অন্তিম দিন ২ সেমিফাইনাল এবং ফাইনালের আয়োজন করা হবে। প্রসঙ্গত, বর্ধমান থেকে একটাই দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। Aarti Ahlawat-Virender Sehwag: ঘর ভাঙছে শেওয়াগের! ২০ বছরের দাম্পত্যে ফুলস্টপ এক নিমেষেই টুর্নামেন্টের পুরস্কার মূল্য কত? এই টুর্নামেন্টে প্রবেশ মূল্য ১ লাখ টাকা। তবে যে দল এই টুর্নামেন্টে জয়লাভ করবে, তাদের হাতে ১৩ লাখ টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে। ফাইনালে যে দল হেরে যাবে, তারা পাবে ৭ লাখ টাকা। এছাড়া বিভিন্ন ট্রফি দেওয়া হবে। পাশাপাশি, প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড়কে একটি করে LED টেলিভিশন দেওয়া হবে। তবে দর্শকদের জন্য কোনও প্রবেশ মূল্য ধার্য করা হচ্ছে না।
Dharmendra Death Updates |ধর্মেন্দ্রর শেষ যাত্রাতেও চূড়ান্ত গোপনীয়তা… শোকপ্রকাশ নরেন্দ্র মোদির
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকস্তব্ধ সিনে দুনিয়া। বেশ কিছুদিন থেকেই ধর্মেন্দ্রর(Dharmendra) মৃত্যু নিয়ে চলছিল গভীর ধোঁয়াশা। কিছুদিন আগেই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। তবে সেই খবর সত্যি নয় বলে দাবি করেছিলেন হেমা মালিনী ও এষা দেওল। সোমবার দুপুরে মুম্বইয়ের জুহুতে ধর্মেন্দ্রের বাড়ির সামনে হঠাৎ একটি অ্যাম্বুল্যান্স থামতেই যেন চারদিকে ছড়িয়ে পড়ল উৎকণ্ঠা। তেরো […] The post Dharmendra Death Updates | ধর্মেন্দ্রর শেষ যাত্রাতেও চূড়ান্ত গোপনীয়তা… শোকপ্রকাশ নরেন্দ্র মোদির appeared first on Uttarbanga Sambad .
Kunal Ghosh |গুরুতর অসুস্থ কুণাল ঘোষ, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার বাড়ির বাথরুমে পড়ে যান কুণাল। গুরুতর আঘাত লাগায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হাসপাতালে। তবে তৃণমূল নেতার ঠিক কোথায় আঘাত লেগেছে, তা এখনও স্পষ্ট করেনি তাঁর পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত আসছে……………………।। The post Kunal Ghosh | গুরুতর অসুস্থ কুণাল ঘোষ, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে appeared first on Uttarbanga Sambad .
Kunal Ghosh: হাসপাতালে ভর্তি কুণাল ঘোষ, মঙ্গলবার অস্ত্রোপচার
Kunal Ghosh: সূত্রের খবর, পড়ে গিয়ে বড়সড় চোট পেয়েছেন তৃণমূলের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শারীরিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তারপরই সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা।
ডেটিং অ্যাপে ফাঁদ, ব্ল্যাকমেলে বাধা দিতেই ‘খুন’আদর্শ! কসবা কাণ্ডে কী বলছে পুলিশ?
গত শনিবার হোটেল থেকে নগ্ন দেহ উদ্ধার হয় আদর্শের।
Murshidabad: হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাসের ঘোষণার পরে-পরে আবারও বহরমপুরে রাম মন্দির নির্মাণের ঘোষণা বিজেপির জেলা প্রাক্তন জেলা সভাপতি শাখারভ সরকারের। বছর খানেক আগে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময়ই সাগরদিঘিতে অম্বিকানন্দ মহারাজ রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন।
Dharmendra Last Film-Ikkis: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’-এর নতুন ট্রেলার সোমবার প্রকাশ্যে এসেছে, যা মুক্তির আগেই দর্শকদের মধ্যে গভীর আবেগ জাগিয়ে তুলেছে। শ্রীরাম রাঘবন পরিচালিত এই যুদ্ধ-নির্ভর চলচ্চিত্রে ধর্মেন্দ্রকে দেখা যাবে গুরুত্বপূর্ণ এক চরিত্রে। শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট, পিভিসি অরুণ ক্ষেত্রপালের পিতার ভূমিকায়। ট্রেলারের কয়েকটি মুহূর্তেই স্পষ্ট, এই চরিত্রের মাধ্যমে তাঁর অভিনয় জীবনের শেষ অধ্যায়কে তিনি সম্মানের সঙ্গেই সমাপ্ত করেছেন। অরুণ ক্ষেত্রপাল ছিলেন ভারতের অন্যতম কনিষ্ঠ বীর সেনানী, যিনি মাত্র ২১ বছর বয়সে ১৯৭১ সালের বসন্তর যুদ্ধে (Battle of Basantar) অতুলনীয় সাহসিকতার পরিচয় দেন। পাকিস্তানি ট্যাঙ্ক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় গুরুতর আহত হলেও তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যান। তাঁর এই অসীম বীরত্বের জন্য, তাঁকে মরণোত্তর, দেশের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র প্রদান করা হয়। Dharmendra Last Rites: দীপিকা–রণবীর থেকে অমিতাভ: ধর্মেন্দ্রর শেষকৃত্যে বলিউডের আবেগঘন মুহূর্ত ট্রেলারে দেখা যায়, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, যিনি অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করছেন, নিজেকে কঠোর শারীরিক ও মানসিক প্রস্তুতির মধ্য দিয়ে এই ভূমিকায় ঢেলে দিয়েছেন। নেটফ্লিক্সের দ্য আর্চিস-এর মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় অভিষেকের পর, ‘ইক্কিস’ তাঁর প্রথম থিয়েটার রিলিজ হতে চলেছে। ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমারের ভাগ্নী সিমার ভাটিয়া এবং শক্তিশালী অভিনেতা জয়দীপ আহলাওয়াত। ট্রেলার প্রকাশের আগে ছবির নির্মাতারা ধর্মেন্দ্রকে উৎসর্গ করা একটি নতুন পোস্টার শেয়ার করেছিলেন। পোস্টারের ক্যাপশনেই ধরা পড়ে ছবির আবেগ- “পিতারা ছেলেদের বড় করেন, কিংবদন্তিরা জাতিকে বড় করেন।” এখানে ধর্মেন্দ্রকে বর্ণনা করা হয়েছে একজন আবেগপ্রবণ শক্তিধর হিসেবে। যিনি পর্দায় একজন শহীদ সেনার পিতার ব্যথা, গর্ব ও অদম্য সাহসকে- জীবন্ত করে তুলেছেন। ২৪ নভেম্বর ধর্মেন্দ্রর প্রয়াণের পর থেকে ‘ইক্কিস’ তাঁর প্রতি নিবেদিত এক স্মারক হয়ে উঠেছে। এটাই হবে বলিউডের ‘হি-ম্যান’-এর শেষ পর্দায় উপস্থিতি। জীবনের শেষভাগেও তিনি এমন একটি চরিত্র বেছে নিয়েছিলেন, যা ভারতীয় সেনার বীরত্বকে চিরস্মরণীয় করে তোলে। শ্রীরাম রাঘবনের এই বহু প্রতীক্ষিত চলচ্চিত্রটি ২৫ ডিসেম্বর ২০২৫ বিশ্বব্যাপী মুক্তি পাবে। ‘ইক্কিস’ শুধু একটি যুদ্ধচলচ্চিত্র নয়, বরং একজন কিংবদন্তি অভিনেতা এবং একজন কিংবদন্তি সৈনিক—দু’জনেরই অমরত্বের গল্প।
Suri |বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! অভিযুক্ত তৃণমূল কাউন্সিলারের জামিন খারিজ করল আদালত
সিউড়ি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস থেকে ‘বহিষ্কৃত’ কাউন্সিলরের জামিনের (TMC leader) আবেদন খারিজ করল জেলা জজ কোর্ট (Court)। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নাম প্রিয়নাথ সাউ। তিনি বীরভূমের (Birbhum) রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন। অভিযোগ একমাস হয়ে গেলেও অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার না করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে […] The post Suri | বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! অভিযুক্ত তৃণমূল কাউন্সিলারের জামিন খারিজ করল আদালত appeared first on Uttarbanga Sambad .
India-South Africa 2nd Test |২০১ রানেই গুটিয়ে গেল ভারত, পন্থদের ফলো-অনের লজ্জা দিল না দক্ষিণ আফ্রিকা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২৮৮ রানে এগিয়ে থাকার পরেও ভারতকে ফলো-অন করাল না দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে মাত্র ২০১ রানে থেমে গেল ঋষভ পন্থের দলের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে ফলোঅনের লজ্জা ফিরতেই পারত ভারতীয় ক্রিকেটে। কিন্তু দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমারা সিদ্ধান্ত নিলেন দ্বিতীয় ইনিংসে ব্যাট করার। এই টেস্টের প্রথম ইনিংসে ব্যাটে-বলে ঝড় তুললেন […] The post India-South Africa 2nd Test | ২০১ রানেই গুটিয়ে গেল ভারত, পন্থদের ফলো-অনের লজ্জা দিল না দক্ষিণ আফ্রিকা appeared first on Uttarbanga Sambad .
বেঙ্গালুরুতে পাঁচতারা হোটেলে তরুণী বিমানকর্মীকে ‘ধর্ষণ’, কাঠগড়ায় পাইলট
এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার হয়নি।
বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো! ‘SIR আতঙ্কে’পিংলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রৌঢ়ের
২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না বাবলু হেমব্রমের।
চুলমাত্র ভুলে দলা বাঁধছে মরণফাঁদ
সুশান্ত সরকার ‘ময়না রে তোর লম্বা মাথার কেশ’ গানটি সুন্দর চুলের বাহার বর্ণনা করে। কিন্তু এই চুল বা কেশ থেকেই আজ যে একটি মারণ রোগের সৃষ্টি হয়েছে তা হয়তো অনেকেরই জানা নেই। এর নাম ‘গ্যাস্ট্রিক ট্রাইকোবেজোয়ার’। আমরা হয়তো অনেকেই ভাবি, চুল মুখে দিলে কোনও সমস্যা নেই। মুখে দিয়ে চুল গিলে ফেললেও বা ক্ষতি কী? কিন্তু […] The post চুলমাত্র ভুলে দলা বাঁধছে মরণফাঁদ appeared first on Uttarbanga Sambad .
India Born Detained in Shanghai: সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, পেমার ভারতীয় পাসপোর্টকে 'অবৈধ' বলে দাবি করেন কর্তব্যরত অভিবাসন আধিকারিকরা। যেহেতু তাঁর পাসপোর্টে জন্ম ঠিকানা অরুণাচল প্রদেশ দেওয়া ছিল। তা দেখেই 'চটে' যান আধিকারিকরা। তাঁকে বলেন, 'অরুণাচল প্রদেশ তো চিনের অংশ।'
হৃদয়ে লেখা নাম বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র যিনি 'হি-ম্যান' নামে সকলের কাছে বিশেষভাবে পরিচিত। যাঁর প্রেমে একসময় মাতোয়ারা ছিল গোটা ভারত। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন এক সাধারণ, লাজুক স্কুলছাত্র। তারকা তকমা গায়ে লাগার আগেই মনে বাসা বেঁধেছিল এক নিষ্পাপ অনুভূতি। তবে সেই অনুভূতির নাম হেমা মালিনী কিংবা মীনা কুমারী নয়। মন মজেছিল হামিদা-তে। এই নাম কখনও কোনও বিনোদনের খবরে উঠে আসেনি। তবে একটা সময় ধর্মেন্দ্র তাঁর হৃদয়ে লিখেছিলেন এই নামটি। ধর্মেন্দ্রর প্রথম প্রেম পুরনো ও আবেগতাড়িত প্রেমকাহিনি প্রকাশ্যে আসে যখন ধর্মেন্দ্র টেলিভিশন শো, দশ কা দম-এ তাঁর শৈশবের প্রেমের স্মৃতিচারণ করেন। সেখানেই তিনি স্কুলজীবনের প্রথম প্রেম নিয়ে খুল্লামখুল্লা কথা বলেছিলেন পর্দার বীরু। পঞ্জাবের সেই সুন্দর দিনগুলো আজও অমলিন ধর্মেন্দ্রর হৃদয়ে। আরও পড়ুন 'হৃদয়ের দূরত্ব বাড়ছে...', মুক্তি চাইছেন ধর্মেন্দ্র! বর্ষীয়ান অভিনেতার পোস্টে কোন রহস্য? কে এই হামিদা? হামিদার সঙ্গে সিনেজগৎ-এর কোনও যোগ নেই। বরং তিনি ছিলেন ধর্মেন্দ্রর দীর্ঘদিনের এক শিক্ষক-এর কন্যা। ধর্মেন্দ্রর থেকে কয়েক বছরের বড় ছিলেন হামিদা। ধর্মেন্দ্রর চোখে তিনি ছিলেন এক সহজ সরল এক নারীর প্রতীক। তাঁর মধ্যেই ধর্মেন্দ্র প্রথমবার উপলব্ধি করেছিলেন প্রেমের মাধুর্য। নীরব প্রেমের জন্ম তাঁদের দেখা-সাক্ষাৎ ছিল একেবারে নিঃস্বার্থ ও সরল। হামিদা পড়াশোনায় ধর্মেন্দ্রকে সাহায্য করতেন আর ধর্মেন্দ্র লজ্জা পেয়ে তাঁর হাতে খাতা-কলম তুলে দিতেন। এই ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়েই জন্ম নিচ্ছিল এক সুন্দর, অথচ নীরব সম্পর্ক। মনের কথা কেউ কাউকে বলতে পারেননি কিন্তু পরস্পরের প্রতি ভালবাসা অনুভব করতেন। যখন প্রকাশ্যে প্রেমের কাহিনি একদিন সাহস সঞ্চয় করে ধর্মেন্দ্র নিজের মনের কথা জানানোর সিদ্ধান্ত নেন। তাও আবার কবিতার মাধ্যমে। সেই কবিতায়ই তিনি হামিদাকে নিজের মনের কথা বলেন। দশ কা দম-এ সেই মুহূর্তের স্মৃতিচারণ করার সময় করার সময় চোখের ভাষা ও কণ্ঠের কোমলতা বুঝিয়ে দিয়েছিল হামিদা তাঁর জীবনে কতটা বিশেষ ছিলেন। আরও পড়ুন ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে তুমুল চর্চা, বীরুর খবর শুনে মধ্যরাতে এ কী করলেন 'জয়' অমিতাভ? ধর্মেন্দ্র ও হামিদার প্রেমের পরিণতি তাঁদের প্রেমের গল্পের শেষটা সিনেমার মতোই সুখের ছিল না। ১৯৪৭ সালের দেশভাগ তাঁদের জীবনের গতিপথ পাল্টে দেয়। অসংখ্য মানুষের মতো ধর্মেন্দ্রও হারান তাঁর প্রথম প্রেমকে। হামিদা পরিবারের সঙ্গে দেশভাগের সময় পাকিস্তানে চলে যান। এরপর ধর্মেন্দ্র আর কখনও তাঁকে দেখতে পাননি। ধর্মেন্দ্রর জীবনরে গতিপথ সময়ের পরিক্রমায় ধর্মেন্দ্র হয়ে ওঠেন বলিউডের অন্যতম সেরা সুপারস্টার। তিনি রুপোলি পর্দায় অসংখ্য সুন্দরী অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করেছেন। প্রথমে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন পরে হেমা মালিনীর সঙ্গে ঘর বাঁধেন। কিন্তু হামিদার স্মৃতি ছিল সম্পূর্ণ আলাদা। কারণ তিনি ছিলেন ধর্মেন্দ্রর প্রথম-অপূর্ণ প্রেম। আরও পড়ুন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং ফ্লোরে অভিনেতা, ধর্মেন্দ্রর শেষ ছবিতে কী ভাবে অমিতাভ যোগ?
বলিউডের ‘মিস্টার ডিপেন্ডেবল’! অমিতাভ ‘শচীন’হলে ধর্মেন্দ্র ‘দ্রাবিড়’
ছয়ের দশকের মাঝামাঝি সময় থেকেই ধর্মেন্দ্র হয়ে ওঠেন অবিসংবাদী নায়ক।
Kolkata News: ধর্মতলায় ধুন্ধুমার! এসএলএসটি চাকরিপ্রার্থীদের মিছিলে অগ্নিগর্ভ কলকাতা
সপ্তাহের প্রথম দিনেই উত্তাল হয়ে উঠল কলকাতার রাজপথ। এসএলএসটি নতুন চাকরিপ্রার্থীদের মিছিলকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে উত্তেজনার সৃষ্টি হয়। অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া অতিরিক্ত ১০ নম্বর বাতিল, প্রত্যেক পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ এবং প্রতিটি শূন্যপদ পূরণের দাবি, এই তিন মূল ইস্যু নিয়ে মৌলালি থেকে মিছিল শুরু করেন চাকরিপ্রার্থীরা। প্রশাসনিক সূত্রে জানা যায়, চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছিল তারা রামলীলা ময়দানের দিকে এগোবেন। তবে মিছিল শুরু হতেই পুলিশি বাধায় উত্তেজনা তীব্র হয়ে ওঠে। ব্যারিকেড ভেঙে ধর্মতলার দিকে এগিয়ে যেতে শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধর্মতলায় পৌঁছে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। স্লোগান, ধাক্কাধাক্কি ও পুলিশ-বেষ্টনী ভেঙে যাওয়ার পর চত্বর জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা। আরও পড়ুন- Kolkata Metro: কলকাতা মেট্রোয় প্রযুক্তির নবযুগ! যাত্রী স্বার্থে অভূতপূর্ব উদ্যোগ, অভাবনীয় পদক্ষেপ দারুণ চর্চায় ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। একের পর এক নতুন চাকরিপ্রার্থীকে আটক করে পুলিশ। ঘিরে ফেলা হয় বড় এলাকা, দড়ি ফেলে আটকে দেওয়া হয় বিক্ষোভকারীদের একাংশকে। রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ শুরু করেন অনেক চাকরিপ্রার্থী। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। পুলিশও বিক্ষোভকারীদের সরাতে হিমশিম খায়। দেখা যায়, একাধিক বিক্ষোভকারীকে টেনে-হিঁচড়ে বাসে তুলছেন পুলিশ কর্মীরা। আরও পড়ুন- West Bengal News Live Updates: প্রয়াত ধর্মেন্দ্র, শোকপ্রকাশ বিজেপির চাকরিপ্রার্থীদের অভিযোগ, “গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাই ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নেই। তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি।” পুলিশের বাধা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিকাশ ভবনের দিকেও যাওয়ার ইঙ্গিত দেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, যতদিন না দাবি মানা হচ্ছে ততদিন আন্দোলন উঠবে না। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙা, গ্রেফতারি—দিনভর উত্তেজনায় জড়িয়ে থাকে গোটা ধর্মতলা এলাকা। আরও পড়ুন- বিএলওকে খুনের হুমকি, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি, গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা বহুক্ষণ পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রশাসন।চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।
দম্ভের দাপটে গর্বের ফানুস ফুটো
সুজন কুমার দাস বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশান্ত কিশোরের (পিকে) উদ্ভব একসময় অনেকের মনে কৌতূহল জাগিয়েছিল। একজন সফল নির্বাচনি কৌশলবিদ যখন নিজেই দল গড়ে লড়াইয়ে নামেন, তখন তাঁকে ঘিরে প্রত্যাশা তৈরি হওয়াই স্বাভাবিক ছিল। তাঁর পদযাত্রা, পডকাস্ট, মিডিয়া উপস্থিতি— সব মিলিয়ে ‘জন সুরাজ’ প্রকল্পটি যেন এক নতুন ধরনের রাজনৈতিক পরীক্ষাগার হয়ে উঠেছিল। কিন্তু সেই প্রকল্পের শেষ […] The post দম্ভের দাপটে গর্বের ফানুস ফুটো appeared first on Uttarbanga Sambad .
Kasba Case: ঠিক কোন কথায় আদর্শের সঙ্গে কথা কাটাকাটি কোমলের? তদন্তে কী কোন চাঞ্চল্যকর তথ্য
Kasba Case: ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিজের মোবাইল থেকে অ্যাপের মাধ্য়মে ওই হোটেলের চারতলার দুটি রুম বুক করেন আদর্শ।প্রথমে আদর্শ নিজের রুমে একা ঢোকেন। অন্য রুমে তাঁর পুরুষ ও মহিলা সঙ্গী চেক ইন করেন।পরে আদর্শের রুমে যান তরুণী। অপর যুবক কিছু সময় পর সেই রুমে যান।
Shubman Gill |ফিটনেস নিয়ে উদ্বেগ! স্নায়ুর সমস্যায় ভুগছেন অধিনায়ক শুভমান
মুম্বই: চোট লেগেছিল ঘাড়ে। শক্ত হয়ে গিয়েছিল ঘাড়। নড়াচড়া বন্ধ হয়েছিল ভারত অধিনায়ক শুভমান গিলের। ইডেন গার্ডেন্স টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সময় পাওয়া সেই চোট ক্রমশ বড় আকার নিচ্ছে। ইডেন টেস্টের পর গুয়াহাটিতে চলতি দ্বিতীয় টেস্টের আসর থেকেও ছিটকে গিয়েছেন ভারত অধিনায়ক। গুয়াহাটি ছেড়ে আপাতত গিল মুম্বইয়ে। সেখান থেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের […] The post Shubman Gill | ফিটনেস নিয়ে উদ্বেগ! স্নায়ুর সমস্যায় ভুগছেন অধিনায়ক শুভমান appeared first on Uttarbanga Sambad .
অমিতাভ কাঞ্জিলাল মহাভারতে উল্লেখ আছে, দ্রৌপদী তাঁর জ্ঞানবন্ত ধার্মিক স্বামীশ্রেষ্ঠ যুধিষ্ঠিরকে তিরস্কার করে বলেছিলেন, ‘আপনি নাকি ধর্মপুত্র! কই, আপনার বিপত্তিতে ধর্ম তো আপনাকে রক্ষা করল না? আপনার ধর্ম যদি এতই অথর্ব, অক্ষম, অপারগ- তাহলে আপনি তাকে অবলম্বন করে কী উপায়ে নিজেকে ধার্মিক বলে সান্ত্বনা দেবেন?’ উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন, “পাঞ্চালি, তুমি রক্ষাপ্রাপ্তি হেতু ‘ত্রাহিমাম মধুসূদন’ বলে […] The post সে মহাভারত থেকে এ মহা-ভারত appeared first on Uttarbanga Sambad .
‘রিয়ালিটি চেক করতে’হাকিমপুরে রাজ্যপাল, SIR-র মাঝে সীমান্ত পরিদর্শন ঘিরে জোর চাপানউতোর
সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে তাঁর সফর বলে নিজে মুখে জানিয়েছেন রাজ্যপাল।
পারথ ও চেন্নাই: সব অঙ্ক তিনি একাই বদলে দিয়েছেন। তিনি দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন, ব্যাট হাতে তাণ্ডব কাকে বলে। অতীতে ট্রাভিস হেডের এমন ব্যাটিং তাণ্ডবের সাক্ষী টিম ইন্ডিয়া। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালই হোক অথবা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চ-বারবার ভারতীয় দলের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন হেড। এবার পালা ইংল্যান্ডের। চলতি অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট […] The post AUS-ENG Ashes series | দুই দিনেই শেষ অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট, আর্থিক ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া appeared first on Uttarbanga Sambad .
দু’শো পেরোতেই গুটিয়ে গেল পন্থের ভারত, প্রোটিয়াদের ‘বদান্যতায়’ফিরল না ফলো-অনের লজ্জা
কুলদীপ ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারল না।
‘ভারতীয় সিনেমার একটি যুগের অবসান’, ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ মোদির
৮৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা।
প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার সকালে মুম্বইয়ে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি- এ খবরটি পুলিশ সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস-কে নিশ্চিত করেছে। গত এক মাস ধরেই অসুস্থ ছিলেন এই কিংবদন্তি অভিনেতা। পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্র ৯০ বছরে পদার্পণ করতেন। অক্টোবরে শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখেন এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালেই কয়েকদিন অতিরিক্ত সময় রাখা হয়। এ বছরের শুরুতে তাঁর এক চোখে কর্নিয়া প্রতিস্থাপন (গ্রাফট সার্জারি) করা হয়েছিল। পাঞ্জাবের একটি ছোট গ্রামের ছেলে থেকে বলিউডের অন্যতম সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠা- ধর্মেন্দ্রর যাত্রা ছিল একেবারে চলচ্চিত্রের মতোই নাটকীয়। ৩০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ব্লকবাস্টার, ক্লাসিক, আর অবমূল্যায়িত অনেক রত্ন। রাজেশ খান্না কিংবা অমিতাভ বচ্চনের উত্থান- কোনো কিছুই তাঁর স্টারডমকে নাড়া দিতে পারেনি। প্রায়ই তিনি বলতেন, “পুরস্কার কম পেলেও দর্শকদের ভালোবাসাই আমার প্রকৃত স্বীকৃতি।” শোলে-র বীরু হোক, বা চুপকে চুপকে-র হাস্যরসাত্মক চরিত্র, অথবা সত্যকাম-এর গম্ভীর ভূমিকা- প্রতিটি যুগেই নিজের অবস্থান শক্ত রেখেছিলেন তিনি। Dharmendra Passed Away: সিনে-জগতে নক্ষত্রপতন! ভারতীয় কিংবদন্তির জীবনাবসান ধর্মেন্দ্রর জীবন ও চলচ্চিত্রযাত্রা ১৯৩৫ সালে পাঞ্জাবের লুধিয়ানা জেলার সাহনেওয়াল গ্রামে জন্ম। একটি চলচ্চিত্র পত্রিকার প্রতিভা প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর, অভিনয়ের প্রতি আগ্রহ আরও গভীর হয়। ১৯৬০ সালে, দিল ভি তেরা হাম ভি তেরে, দিয়ে অভিষেক ঘটে, যদিও সাফল্য আসে পরের বছর শোলা অর শবনম-এর মাধ্যমে। এরপর আনপধ, বন্দিনী-র মতো উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেন। সুদর্শন নায়ক হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ফুল অউর পাথর-এ প্রথম অ্যাকশন হিরোর ভাবমূর্তি প্রতিষ্ঠা করেন, যা তাঁকে দেয় ‘হি-ম্যান অব বলিউড’ খেতাব। ১৯৭০-এর দশকে তিনি একের পর এক সফল চরিত্রে দর্শকদের মন জয় করেন- জীবন মরন, গুড্ডি, ইয়াদোঁ কি বারাত, চুপকে চুপকে, শোলে, ড্রিম গার্ল, ধরম বীর, দ্য বার্নিং ট্রেন- যার মধ্যে শোলে-র বীরু তাঁর ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় চরিত্র। ব্যক্তিগত জীবন ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেমগাথা ছিল ঠিক সিনেমার মতো। যদিও তিনি তখন প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত এবং চার সন্তানের বাবা- সানি, ববি, অজিতা ও বিজয়তা- তবুও হেমার সঙ্গে তাঁর সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হয়। পরিবার ও সমাজের বিরোধিতা সত্ত্বেও দুজনেই বিয়ে করেন এবং পরে তাঁদের ঘরে জন্ম নেয় দুই কন্যা- এশা ও অহনা। ধর্মেন্দ্র দুটি পরিবারকেই সমানভাবে গুরুত্ব দিয়েছেন। হেমা আলাদা বাড়িতে থাকলেও, পরিবারের সদস্যরা বেশিরভাগ সময়েই একে অপরের প্রতি সম্মান ও সৌহার্দ্য বজায় রেখেছেন। শেষ জীবনে কাজ ও অবদান ক্যারিয়ারের শেষদিকে লাইফ ইন এ মেট্রো, জনি গাদ্দার, আপনে, ইয়ামলা পাগলা দিওয়ানা, রকি অর রানি কি প্রেম কাহানি-র মতো ছবিতে তাঁকে দেখা গেছে। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি হবে ইক্কিস, যেখানে তিনি অভিনয় করেছেন অগস্ত্য নন্দার সঙ্গে। প্রযোজক হিসেবেও ছিলেন সফল। ১৯৮৩ সালে বিজয়তা ফিল্মস প্রতিষ্ঠা করেন এবং বেতাব, ঘয়াল, বরসাত, সোচা না থা-সহ বহু ছবি প্রযোজনা করেন। তাঁর নাতি করণ দেওলের অভিষেকও হয় তাঁর ব্যানারেই—পাল পাল দিল কে পাস। ঘয়াল-এর জন্য তিনি জাতীয় পুরস্কার পান। ২০১২ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণে ভূষিত করে।
Cooch Behar |আবর্জনায় ‘ভাত’ খোঁজেন মাম্পিরা, মদনমোহনের শহরে ভাঙা মেলাও মহার্ঘ
শিবশংকর সূত্রধর, কোচবিহার: কোচবিহার (Cooch Behar) রাসমেলার (Rash Mela) আড়ম্বর নিয়ে ওদের মাথাব্যথা নেই। মেলায় কত মানুষ এসেছিলেন, নতুন কী কী পাওয়া গিয়েছে, কত টাকার ব্যবসা হয়েছে, সেসব ওদের না জানলেও চলে। কিন্তু যেটা জানা চাই-ই চাই তা হল, পুরসভা মেলার মাঠের আবর্জনা পরিষ্কার করবে কবে? কারণ সব পরিষ্কার করা হয়ে গেলেই তো ওদের রোজগার […] The post Cooch Behar | আবর্জনায় ‘ভাত’ খোঁজেন মাম্পিরা, মদনমোহনের শহরে ভাঙা মেলাও মহার্ঘ appeared first on Uttarbanga Sambad .
বাঁকুড়াতেও মায়ারানি, দিনাজপুরেও মায়ারানি, ৪৪ জায়গায় একই ভোটার!
পাণ্ডবেশ্বর বিধানসভার ডিভিসি পাড়ার বাসিন্দা মায়ারানি গোস্বামী। ৪৭ নম্বর বুথের ভোটার তিনি। সরকারি ঘর পেয়েছেন। সেখানেই মেয়েকে নিয়ে থাকেন তিনি। পরিচারিকার কাজ করেন। স্বামী মারা গিয়েছেন। জেলায় জেলায় তাঁর নাম উঠল কীভাবে!
SIR |মাত্র ১৭ দিনেই এসআইআরের প্রায় ১০০ শতাংশ কাজ সম্পন্ন! নজির গড়লেন বীরভূমের বিএলও
বোলপুর: মাত্র ১৭ দিনেই সম্পন্ন এসআইআরের কাজ (SIR)। প্রায় ১০০ শতাংশ এনামুরেশন ফর্ম অনলাইনে আপলোড করে নজির গড়লেন বীরভূমের (Birbhum) এক বিএলও পূজা ঘোষ (BLO)। তাঁর বুথের তিনজন বাদে সকলের ফর্ম আপলোড করে ফেলেছেন তিনি। জানা গিয়েছে, বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের ১৬৬ নম্বর অংশের বিএলও পূজা। তাঁর বুথে মোট ১০১৭ জন ভোটার রয়েছেন। তিনি ১০১৪ […] The post SIR | মাত্র ১৭ দিনেই এসআইআরের প্রায় ১০০ শতাংশ কাজ সম্পন্ন! নজির গড়লেন বীরভূমের বিএলও appeared first on Uttarbanga Sambad .
ভিলে পার্লে শ্মশানে সম্পন্ন শেষকৃত্য।
Credit Card EMI: ক্রেডিট কার্ডে ইএমআই করে কেনাকাটা, আপনার জন্য স্বস্তিদায়ক নাকি ঋণের ফাঁদ?
Equated Monthly Installment: অফারের সময় শখ মেটানোর জিনিসপত্র কেনে। আর এই কেনাকাটার বেশিরভাগটাই হয় ক্রেডিট কার্ডের সাহায্যে। আর ক্রেডিট কার্ডে রয়েছে ইএমআইয়ের সুবিধা যা এই ধরনের অফারকে আরও আকর্ষণীয় করে তোলে।
‘কাজ করব আমি, কৃতিত্ব নেবে অন্য কেউ’, বিতর্কের জেরেই রাজনীতিতে মোহভঙ্গ হয় ‘সাংসদ’ধর্মেন্দ্রর!
২০০৪ সালে লোকসভা ভোটে জিতে বিকানেরের সাংসদ হন ধর্মেন্দ্রর।
তামিলনাড়ুতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৬, শোকপ্রকাশ স্ট্যালিনের
আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন।
BLO: তালা হাতে CEO- দফতরে বিএলও-দের একাংশ, চলছে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি
SIR In WB: CEO দফতর অভিযানে BLO-দের একাংশ। বিএলও-দের বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! উত্তপ্ত বিবাদী বাগ। SIR বিরোধিতায় তালা হাতে CEO দফতরে BLO অধিকার মঞ্চ। ব্যারিকেডের এক পাশে পুলিশ, অন্য পাশে বিএলওদের। নির্বাচন কমিশনের গেটের সামনে চলছে ব্যারিকেড ভাঙার চেষ্টা।
বস্তুত, ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে সদ্যজাত একটি শিশু কন্যার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রামে। ধান কাটতে এসে স্থানীয় কয়েকজন প্রথমে দেখতে পান একটি ব্যাগ পড়ে আছে ধানক্ষেতে। ব্যাগ খুলতেই নজরে আসে সদ্যজাত কন্যা শিশুর নিথর দেহ।
SLST নতুনদের মিছিলে ধর্মতলায় ধুন্ধুমার! ‘আন্দোলন কাকে বলে দেখাব’, বলছেন প্রতিবাদীরা
এসএন ব্যানার্জি রোডে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোল মিছিল।
Winter Health Tips: শীত পড়তেই অসুস্থতায় খাবি খাচ্ছেন? এই কয়টি নিয়ম মানলেই থাকবেন ফিট!
Winter Health Tips: শীত পড়তে শুরু করলেই অনেকের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। আবহাওয়ার পরিবর্তন, আর্দ্রতা, ঠান্ডা বাতাস এবং কম জল খাওয়া—এই সব মিলিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে থাকে। ফলে সর্দি-কাশি, ত্বকের শুষ্কতা, শ্বাসকষ্ট, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এমনকী গ্যাস্ট্রিক সমস্যা পর্যন্ত বেড়ে যায়। তাই শীতের সময় নিজের দৈনন্দিন অভ্যাসে ছোট কয়েকটি পরিবর্তন আনা অত্যন্ত প্রয়োজন। জেনে নিন, শীতে কোন অভ্যাসগুলি আপনাকে সুস্থ রাখবে এবং কোন জিনিসগুলি কমিয়ে ফেলতে হবে। এব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা করা হল। কী করবেন শীতের সময়? শীতকালে স্নানের জলের তাপমাত্রার বিশেষ গুরুত্ব আছে। অনেকেই স্নানের জন্য খুব গরম জল ব্যবহার করেন। কিন্তু, এতে ত্বকের ক্ষতি হতে পারে। অতিরিক্ত গরম জল ত্বকের স্বাভাবিক তৈলাক্ত স্তর নষ্ট করে দেয়, ফলে ত্বক শুষ্ক, চুলকানিযুক্ত এবং র্যাশে ভোগার সম্ভাবনা বাড়ে। তাই স্নানের সময় হালকা গরম জল ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। এটি শরীরকে আরাম দেয়, আর্দ্রতা নষ্ট না করেই ত্বক পরিষ্কারে সাহায্য করে। বিশেষ করে যাঁদের ত্বক সংবেদনশীল, বিশেষ করে শিশু বা বয়স্কদের ক্ষেত্রে হালকা গরম জল অপরিহার্য। আরও পড়ুন- মন ছুঁয়ে যাবে, মাত্র কয়েকদিনের ছুটিতে উপভোগ করুন স্বর্গীয় সৌন্দর্য! শীতকালে খাবারের রুটিনেও সচেতন হওয়া দরকার। খুব বেশি মশলাদার বা অতিরিক্ত লবণযুক্ত খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। দোকান থেকে কেনা প্যাকেটজাত খাবারে অনেক সময় বেশি তেল এবং তাপে বারবার গরম করা উপাদান থাকে, যা শীতের সময় হজমতন্ত্রকে আরও দুর্বল করে। তাই বাড়িতে তৈরি উষ্ণ ও পুষ্টিকর খাবার খান। ফলের রসের বদলে সরাসরি ফল খাওয়া ভালো। কারণ, এতে ফাইবার বেশি থাকে এবং শরীর ধীরে ধীরে শক্তি পায়। জলযুক্ত সবজি যেমন শসা বা পেপে শীতে কম উপকারী। কারণ ঠান্ডা খাবার শরীরের তাপমাত্রা আরও কমিয়ে দিতে পারে। তাই গরম স্যুপ, ডাল, মুগ ডাল খিচুড়ি, ওটস, হালকা সবজি এবং বাদামজাতীয় খাবার শরীরকে ভিতর থেকে উষ্ণ রাখে। আরও পড়ুন- সামান্য উপকরণ, মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন চিংড়ি মাছের মালাইকারি! ব্যায়াম শীতকালে অত্যন্ত প্রয়োজনীয়। কারণ ঠান্ডা আবহাওয়ার কারণে ঘাম কম হয় এবং শরীরের ক্যালোরি বার্নের হারও কমে যায়। প্রতিদিন কমপক্ষে আধা ঘণ্টা হাঁটা, যোগব্যায়াম, স্ট্রেচিং বা হালকা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম শরীরকে সক্রিয় রাখে। যাঁদের হাঁপানি, শ্বাসকষ্ট বা ব্রঙ্কাইটিসের মত সমস্যা রয়েছে, তাঁদের জন্য তীব্র ঠান্ডায় সকাল বা রাতের দিকে ব্যায়াম ঝুঁকিপূর্ণ হতে পারে। তাঁদের দুপুরে বা বিকেলে ব্যায়াম করাই ভালো। ব্যায়ামের আগে শরীর গরম করার হালকা ওয়ার্ম আপ করলে ঠান্ডা বাতাসের প্রভাব কমে এবং শ্বাসকষ্টের ঝুঁকি হ্রাস পায়। আরও পড়ুন- বিড়ালদেরও ডিমেনশিয়া হতে পারে, আপনার পোষ্য সেই কষ্টে ভুগছে না তো? শীতকালে অনেকেই প্রস্রাব চেপে রাখেন, যা অত্যন্ত ক্ষতিকর অভ্যাস। ঠান্ডা আবহাওয়ার কারণে বারবার প্রস্রাবের চাপ আসে, তবে তা আটকে রাখা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। প্রস্রাব করার পর হাত-পা ভালোভাবে পরিষ্কার রাখা জরুরি, যাতে জীবাণু ছড়িয়ে পড়তে না পারে। শরীরকে যথেষ্ট পরিমাণে জল পান করতে হবে, কারণ শীতে তৃষ্ণা কম লাগে। ফলে অনেকেই জল কম পান করেন। যা কিডনির ওপর চাপ সৃষ্টি করে এবং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ায়। আরও পড়ুন- রবি ঘোষ চেয়েছিলেন বডিবিল্ডার হতে, হয়ে ওঠেন প্রবাদপ্রতিম কমেডিয়ান শীতকালে যে কোনও রকম পরিবর্তন আনার আগে অবশ্যই ব্যক্তিগত স্বাস্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এই কারণেই বিশেষজ্ঞরা বলেন, আপনার দৈনন্দিন রুটিন, ব্যায়াম বা খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার আগে একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ জরুরি। কারণ প্রতিটি মানুষের শারীরিক অবস্থা আলাদা এবং শীতজনিত সমস্যাও ভিন্ন হতে পারে। সঠিক পরামর্শ অনুযায়ী রুটিন তৈরি করলে শীতজনিত অসুবিধা কমবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ছোট ছোট অভ্যাস যেমন গরম পানি ব্যবহার, উষ্ণ ও পুষ্টিকর খাবার খাওয়া, হাইজিন বজায় রাখা এবং নিয়মিত ব্যায়াম করা আপনার শীতকালকে আরামদায়ক ও সুস্থ করে তুলতে পারে। শীত মানে শুধু ঠান্ডা নয়, সঠিক অভ্যাস থাকলে এই শীতই কিন্তু আপনার জন্য একটি প্রাণবন্ত ও শক্তি জোগানোর মত ঋতু হয়ে উঠতে পারে।
নাগরাকাটা: রবিবার স্থানীয় কয়েকজনের সঙ্গে জঙ্গলে গোরু (Cow) চড়াতে যাওয়ার পর আর বাড়িতে ফেরেননি বাহাদুর ছেত্রী (৬০)। অবশেষে সোমবার সকালে জঙ্গলের ভেতর থেকে উদ্ধার হল তাঁর দেহ! ঘটনাটি ঘটেছে নাগরাকাটা (Nagrakata) ব্লকের আংরাভাসা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খয়েরকাটা এলাকায়। দেহটি উদ্ধার হয় নাথুয়া রেঞ্জের অন্তর্গত নিউ দিঘার জঙ্গল থেকে। অনুমান করা হচ্ছে, হাতির আক্রমণে […] The post Nagrakata | গোরু চড়াতে গিয়ে আর ফেরা হল না বাড়িতে! সোমবার সকালে বাহাদুর ছেত্রীর দেহ উদ্ধার হল জঙ্গল থেকে appeared first on Uttarbanga Sambad .
Malda |টোটোয় প্রসব, নাড়ি কাটলেন ডাক্তার
থ্রি ইডিয়টস সিনেমার সেই র্যাঞ্চোর কথা মনে আছে? ডাক্তার প্রেমিকা পিয়ার সঙ্গে ভিডিও কলে কথা বলে কলেজ হস্টেলেই পিয়ার দিদির প্রসবের ব্যবস্থা করেছিল। আর মালদা শহরের ডাক্তার দেবচন্দন রায় ভিড়ে ভরা রাস্তায় টোটোর মধ্যে এক বধূর প্রসব করালেন আপৎকালীন পরিস্থিতিতে। কল্লোল মজুমদার, মালদা: রবিবার দুপুরে এমনিতেই ভিড়ে ঠাসা থাকে মালদা (Malda) শহরের মকদুমপুর বাজার এলাকা। […] The post Malda | টোটোয় প্রসব, নাড়ি কাটলেন ডাক্তার appeared first on Uttarbanga Sambad .
১৩০০ গোলে অবদান, বিরল নজির গড়ে ইন্টার মায়ামিকে ফাইনালে তুললেন মেসি
পরের দু'টি ম্যাচ জিতলে দু'টি ট্রফি ঢুকবে মেসির ঝুলিতে।
Dharmendra: শ্মশানে সানি-ববি, তবে কি সত্যিই চলে গেলেন ধর্মেন্দ্র?
Dharmendra Demise: গত ১১ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে। তখনই তাঁর মৃত্যুর খবর রটে গিয়েছিল। পরে পরিবারের তরফে জানানো হয়, সেই খবর ভুয়ো। তবে এবার মনে হচ্ছে, খবরটা আর মিথ্যা নয়। সত্যিই প্রয়াত হয়েছেন বলিউডের হি-ম্যান, ধর্মেন্দ্র।
Murshidabad |মুর্শিদাবাদে ২২-০-র ডাক শুভেন্দুর, মমতার বিরুদ্ধে আক্রমণ শানালেন অভিজিৎ
পরাগ মজুমদার, বহরমপুর: তৃণমূলকে মুর্শিদাবাদে ২২-০-তে পরাজিত করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে হাইকোর্টের প্রাক্তন বিচারক তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন। রবিবার মুর্শিদাবাদ সফরে এসে তৃণমূলকে কার্যত তুলোধোনা করেন শুভেন্দু। নিয়োগ দুর্নীতিতে বর্তমানে জেল হেপাজতে থাকা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে মুর্শিদাবাদ ছাড়া করার হুংকারও দেন শুভেন্দু। এদিন […] The post Murshidabad | মুর্শিদাবাদে ২২-০-র ডাক শুভেন্দুর, মমতার বিরুদ্ধে আক্রমণ শানালেন অভিজিৎ appeared first on Uttarbanga Sambad .
Siliguri |মোবাইলের ক্যামেরায় অটিজমের গল্প, ফিল্ম ফেস্টিভালের জন্য মনোনীত
শিলিগুড়ি: আগামী বছর জানুয়ারি মাসে কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভালে জায়গা করে নিল শিলিগুড়ির প্রতীক চক্রবর্তী পরিচালিত ছবি ‘প্রতীক্ষা’। শুধু পরিচালক একাই নন, এই ছবির ডিরেক্টর অফ ফোটোগ্রাফি (ডিওপি), এডিটর থেকে শুরু করে কলাকুশলী প্রত্যেকেই শিলিগুড়ির (Siliguri) বাসিন্দা। ১০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি পুরোটাই মোবাইল ক্যামেরায় শুট করা। ছবির মূল বিষয় অটিজম। অটিজম নিয়ে […] The post Siliguri | মোবাইলের ক্যামেরায় অটিজমের গল্প, ফিল্ম ফেস্টিভালের জন্য মনোনীত appeared first on Uttarbanga Sambad .
Dharmendra Passed Away: সিনে-জগতে নক্ষত্রপতন! ভারতীয় কিংবদন্তির জীবনাবসান
শেষ কিছুদিন ধরেই হাসপাতাল থেকে খবর আসছিল, তিনি নাকি রেগুলার চেক-আপে গিয়েছেন। তাঁর দীর্ঘদিন ধরেই নাকি বার্ধক্যজনিত নানা ধরণের সমস্যা হচ্ছিল। সেকারণেই হাসপাতালে যেতে হয় তাঁকে। তবে, কানাঘুষো শোনা যাচ্ছিল, তিনি নাকি ভেন্টিলেশনে। কিন্তু... কিছুদিন আগেই বেশ কয়েকটি খবরে দাবি করা হয়েছিল যে, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি নাকি গুরুতর অসুস্থ অবস্থায় ভেন্টিলেটরে রয়েছেন। তবে এই সমস্ত খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দেন সানি দেওলের ঘনিষ্ঠ সূত্র। সূত্রের বক্তব্য, “ভেন্টিলেটরে থাকার খবরটি একেবারেই মিথ্যা। ধর্মেন্দ্র গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন, তবে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তাঁকে শুধুমাত্র পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমের সকালে সানি দেওল হাসপাতালে গিয়েছিলেন বাবাকে দেখতে। Dharmendra latest News: প্রয়াত ধর্মেন্দ্র তবে আজ সব অতীত। ৮৯ বছর বয়সী এই অভিনেতা আর নেই। জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা। যখন অসুস্থ ছিলেন, হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে যান শাহরুখ। এমনকি কার্তিক আরিয়ান পর্যন্ত গিয়েছিলেন। তবে দেওল পরিবারের সকলেই যে বেশ চিন্তিত ছিলেন সেকথা বলতেই হয়। বিশেষ করে ববি দেওল। পুলিশ সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছে যে, সোমবার সকালে ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। ৩০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা, এক মাস ধরে অসুস্থ ছিলেন। পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ধর্মেন্দ্র এই বছরের ৮ ডিসেম্বর ৯০ বছর বয়সে পা রাখেন।
উত্তরপ্রদেশ এখন দেশের বৃহত্তম টু-হুইলার বাজার, এক বছরে ৪৬ লাখের বেশি রেজিস্ট্রেশন
২০২৪-২৫ সালে উত্তরপ্রদেশে প্রায় দেড় লাখ ইলেকট্রিক টু-হুইলার বিক্রি হয়েছে, যা ভারতে সর্বোচ্চ।
ধানখেত থেকে উদ্ধার নরকঙ্কাল, পরিচয় ঘিরে ধোঁয়াশা
ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
৩৬ ঘণ্টা পর মন্দারমণিতে উদ্ধার নিখোঁজ পর্যটকের দেহ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৬ ঘণ্টা পর উদ্ধার মন্দারমণিতে নিখোঁজ পর্যটকের দেহ। সোমবার সকালে দেহটি সমুদ্রে ভেসে উঠতে দেখা যায়। কোস্টাল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সকলে। নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিহতের বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলছে পুলিশ। জানা গিয়েছে, […]
মুখাগ্নি করলেন সানি? ধর্মেন্দ্রকে নিয়ে কেন এত রহস্য? দেওল পরিবারকে ঘিরে উঠছে প্রশ্ন
গত কয়েকদিনে এতবার মৃত্যু সংবাদ তাঁর ছড়িয়ে পড়েছিল, যে এবারটাও যেন মন মানতে চাইছিল না। হয়তো এবারও ফিরে আসবেন তিনি। কিন্তু নাহ, কিছুই বোঝার উপায় নেই। সবটা চোখের সামনে ঘটছে ঠিকই, তবুও পরিবারের মুখ বন্ধ। শ্মশান ঘাটে একের পর এক ঘটনা যদি মেলানো হয়, তবে বাস্তবটা বুঝতে খুব একটা অসুবিধে হয় না।
FIR Against BLO: ৬০ জন বিএলও-র বিরুদ্ধে দায়ের FIR, সাসপেন্ড দুই
UP Govt Crackdown on BLOs: একটি প্রতিবেদন তরফে জানা গিয়েছে, জনপ্রতিনিধি আইন ৩২-এর ধারা ভিত্তিতে এই বিএলও-দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের নির্দেশ দেন নয়ডার জেলাশাসক মেধা রূপম। তিনি বর্তমানে এসআইআর-এর কাজের জন্য জেলা নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করছেন।
কামতাপুরি ভাষার স্বীকৃতি নিয়ে কেন্দ্রের আশ্বাস
পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: দীর্ঘদিনের দাবি মেনে কামতাপুরি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তির বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানাল কেন্দ্রীয় সরকার। চলতি মাসে কামতাপুরি ভাষা সাহিত্য ও সংস্কৃতি পর্ষদের লেখা চিঠির জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ডেপুটি সেক্রেটারি পি ভেনুকুট্টাম। তাতেই অষ্টম তফশিলে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিবেচনার বিষয় জানানো হয়েছে। এই ঘোষণায় কামতাপুরিরা উচ্ছ্বসিত। তবে বিধানসভা নির্বাচনের আগে […] The post কামতাপুরি ভাষার স্বীকৃতি নিয়ে কেন্দ্রের আশ্বাস appeared first on Uttarbanga Sambad .
নাতনিকে দেখতে গিয়ে স্কুলছাত্রীদের যৌন হেনস্তা! কানাডা থেকে বিতাড়িত ভারতীয় প্রৌঢ়
দ্রুতই কানাডা থেকে ভারতে ফেরানো হবে ওই ব্যক্তিকে।
SSC: অভিজ্ঞতার ১০ নম্বর বাতিল করতে হবে, নতুন চাকরিপ্রার্থীদের মিছিলে তপ্ত রাজপথ
SLST: বাধা পেয়ে মাঝপথেই রুট বদলে ফেলেন চাকরিপ্রার্থীরা। প্রথমে তাঁদের রামলীলা ময়দানে যাওয়ার কথা ছিল। পুলিশ প্রশাসনের কাছে তেমনটাই জানিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই মোতাবেক প্রস্তুত ছিল পুলিশ। কিন্তু মাঝে বাধা পেয়ে হঠাৎ করেই রুট বদলে ফেলেন আন্দোলনকারীরা। এসএন ব্যানার্জি রোড ধরে এগোতে থাকেন তাঁরা।

24 C