Election Commission Meeting: বিএলওদের ঘাড়ে নামবে শাস্তির খাঁড়া! শনিতে সতর্ক করল কমিশন
ECI Meeting Today: এই আবহেই বৈঠকের ডাক রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের। আগামী ১৮ই নভেম্বর ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসতে চলেছে রাজ্যে। তার আগে শনিবার আয়োজন হল আরও একটি বৈঠকের। জেলাশাসকদের সঙ্গে 'লাস্ট মিনিট প্রিপারেশন' সেরে নিলেন রাজ্যের সিইও।
Horoscope Today on November 16 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
কম রানেও বড় রেকর্ড! ইডেনে নতুন ইতিহাস রাহুলের
বিরল এক রেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার।
Kalyan Banerjee: রাজভবনের ভিতরে মজুত বন্দুক-বোমা? বিস্ফোরক কল্যাণ! শুরু হতে পারে তদন্ত
Kalyan Banerjee on CV Ananda Bose: শনিবার চুঁচুড়ার তৃণমূলের লিগ্যাল সেলের একটি সভায় উপস্থিত হন সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়। সেই সভা শেষে বেরনোর পথেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর তখন রাজভবন নিয়ে 'কুরুচিকর' মন্তব্য করতে শোনা যায় তাঁকে। সামনেই বিধানসভা নির্বাচন।
১৬ নভেম্বর রাশিফল: দাম্পত্য জীবনে সুসংবাদ লাভ ধনু রাশির, আপনার ভাগ্যে কী?
জেনে নিন আজকের রাশিফল।
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
“বিহারের মানুষকে রাজনীতি শেখানোর দরকার নেই। তাদের ক্ষমতা আছে বিশ্বকে রাজনীতি শেখানোর।” বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র ঐতিহাসিক জয়ের পর শনিবার সুরাট সফরে গিয়ে তিনি বিহারি ভোটারদের উদ্দেশে বিজয়ের বার্তা দেন এবং বিরোধী মহাজোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। আরও পড়ুন- এবেলা গিয়ে ওবেলা ফিরুন! কলকাতার কাছেই কোলাহলমুক্ত অপরূপ এই প্রান্ত যেন লুকনো স্বর্গ! প্রধানমন্ত্রী মোদী বলেন, বিহারে সর্বত্র উন্নয়নের স্লোগান শোনা যাচ্ছে। “এই নির্বাচনে বিহারের মানুষ মাত্র একটি ইস্যুতেই ভোট দিয়েছেন—উন্নয়ন। নারী ও যুবসমাজ এমন একটি শক্তিশালী সমন্বয় গড়ে তুলেছে, যা আগামী কয়েক দশক ভারতের রাজনীতির সুদৃঢ় ভিত্তি হয়ে দাঁড়াবে।” আরও পড়ুন- বিহারের ঝড় পেরিয়ে বাংলার ময়দান! ওয়াইসির মিম কি বদলে দেবে '২৬-এর ভোটচিত্র? নীতিশ কুমারকে অপমান করার জন্য বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “গত দু-তিন বছরে বিহার বিধানসভায় নীতিশজির প্রতি যেভাবে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, তা দেশের মানুষ মেনে নেয় নি। পাটনায়ও শিষ্টাচারের পতন হয়েছে।” বিরোধী মহাজোটকে আক্রমণ করে তিনি বলেন, “জামিনে থাকা নেতারা বিহারে ঘুরে জাতপাতের রাজনীতি করেছেন। কিন্তু বিহারের মানুষ সেই 'বিষ' প্রত্যাখ্যান করেছেন। দলিত অধ্যুষিত এলাকাগুলিতে এনডিএ ৩৮ শতাংশ আসনে জয় পেয়েছে। যারা দলিত সমাজকে বিভক্ত করতে চেয়েছিল তাদের জন্য এটি বড় বার্তা।” আরও পড়ুন- বিহারের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কি এই বিজেপি নেতাও? বাড়ল নীতীশের রক্তচাপ, চিরাগের বড় সিদ্ধান্ত তিনি আরও কটাক্ষ করে বলেন, মহাজোট এখন পরাজয়ের দায় এড়াতে কখনও ইভিএম, কখনও নির্বাচন কমিশন, আবার কখনও এসআইআর-কে দোষারোপ করছে। “অজুহাতের এই খেলা কয়েক দিন চলতে পারে, কিন্তু মানুষ তা মেনে নেবে না।” মোদী বলেন, “জাতি প্রথম—এই মন্ত্রে আমরা বিশ্বাস করি। ঐক্য ও উন্নয়নই আমাদের লক্ষ্য।” তিনি বলেন, বিহারের সম্ভাবনা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। “বিহার উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছানোর আকাঙ্ক্ষা দেখাচ্ছে। এই নির্বাচন সেই ইচ্ছার প্রতিফলন।” আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র?
‘কয়েক ঘণ্টা পরেই…’, ইডেনের পিচকে ‘খারাপ’বললেন ভারতের বোলিং কোচ!
ইডেনের ২২ গজে গত দু'দিনে পড়েছে ২৬ উইকেট।
PM Modi in Surat: বিহারের মানুষ জাতপাত নয়, বিকাশে বিশ্বাসী: মোদী
Modi in Surat: প্রতি বছর বিহার থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক পৌঁছে যান গুজরাটে। শনির ভাষণে তাঁদের সম্বোধন করতে ভোলেননি মোদী। তাঁদের হাতেই গুজরাটের বিকাশ হয়েছে, আধুনিক গুজরাট গড়ে উঠেছে বলে দাবি প্রধানমন্ত্রীর। পাশাপাশি, বিহারের প্রসঙ্গ তুলে বিরোধী শিবিরের দিকে তিঁর ছুঁড়ে দিয়েছেন তিনি।
Top 5 Sports News, 15 November: টেস্ট ক্রিকেট থেকে IPL-এর রঙ্গমঞ্চ, একনজরে দিনের সেরা ৫ খবর
Top 5 Sports News: শনিবার (১৫ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ইডেন টেস্টে দ্বিতীয় দিনের শেষে হারের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, মিনি অকশনের আগে রিটেনশন তালিকা প্রকাশ করল আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িগুলো। এদিকে আবার বাংলাদেশের ব্যাটার হাবিবুর রহমান সোহান দুর্ধর্ষ শতরান করলেন ইমার্জিং এশিয়া কাপে। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই৫ সেরা খবর। তিন দিনেই শেষ ইডেন টেস্ট? ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa Test Match) প্রথম টেস্ট ম্য়াচ আপাতত রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তৃতীয় দিনই হয়ত এই ম্য়াচ শেষ হয়ে যাবে। দ্বিতীয় দিন খারাপ আলোর কারণে কিছুটা আগেই খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। যদিও দিনের শেষে দক্ষিণ আফ্রিকা মাত্র ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে। লিড রয়েছে মাত্র ৬৩ রানের। পড়ে নিন বিস্তারিত: IND vs SA Highlights Cricket Score, 1st Test: তৃতীয় দিনই 'খতম' ইডেন টেস্ট? খারাপ উইকেট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন রাসেলকে ছাড়ল KKR ব্রিগেড ১১ বছর পর আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। শনিবার কেকেআর ব্রিগেড তাদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নেই আন্দ্রে রাসেলের নাম। গত মরশুমে ১২ কোটি টাকার বিনিময়ে এই ক্যারিবিয়ান ক্রিকেটারকে রিটেন করেছিল নাইট ম্য়ানেজমেন্ট। কিন্তু, প্রত্যাশা অনুসারে তিনি পারফরম্য়ান্স করতে পারেননি। পড়ে নিন বিস্তারিত: Andre Russell KKR: ছেড়ে দেওয়া হল রাসেলকে, আদৌ সঠিক সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স? দুরন্ত শতরান হাবিবুরের ২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে হংকংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্য়াচে টাইগার বাহিনীর হয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন হাবিবুর রহমান সোহান। মাত্র ৩৫ বলে তিনি ১০০ রানের একটি অপরাজিত ইনিংস দলকে উপহার দেন। আর এই ইনিংসের সুবাদেই ৮ উইকেটে জয়লাভ করল বাংলাদেশ। পড়ে নিন বিস্তারিত: Habibur Rahman Sohan: শুধু চার-ছক্কার বন্যা, বিস্ফোরক শতরান হাবিবুর সোহানের! দাপুটে জয় বাংলাদেশের ঘাড়ে চোট শুভমানের ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল ঘাড়ে ভয়ঙ্কর চোট পেয়েছেন। ইডেন টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন তিনি। ৩ বল খেলে ৪ রানও করেন। এরপর একটি সুইপ শট মারতে গিয়ে ঘাড়ের পেশিতে টান লাগে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর কোনও সুরাহা হয়নি। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। দ্বিতীয় ইনিংসেও তিনি ব্যাট করতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পড়ে নিন বিস্তারিত: Shubman Gill: কতটা গুরুতর শুভমানের চোট? আদৌ ইডেনে আর ব্যাট করতে পারবেন তিনি? শামির খেলা দেখতে যাবেন আগরকর রবিবার (১৬ নভেম্বর) থেকে অসমের বিরুদ্ধে খেলতে নামবে বাংলা ক্রিকেট দল। এই ম্য়াচটি কল্যাণী স্টেডিয়ামে আয়োজন করা হবে। বাংলার হয়ে খেলতে নামবেন পেস তারকা মহম্মদ শামি। শোনা যাচ্ছে, শামির বোলিং দেখার জন্য নাকি কল্যাণী স্টেডিয়ামে আসতে পারেন টিম ইন্ডিয়ার মুখ্য নির্বাচক অজিত আগরকর। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কিছু জানা যায়নি। পড়ে নিন বিস্তারিত: Mohammed Shami and Ajit Agarkar: শামির বোলিং আদৌ দেখবেন আগরকর? বিশেষ শর্তেই আটকাল জট
Rohini Acharya |‘আমার কোনও পরিবার নেই’, বিচ্ছেদের আবহে বিস্ফোরক লালু-কন্যা!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি (RJD)-র ভরাডুবির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই লালু প্রসাদ যাদবের পরিবার ও দলে চরম অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এল। লালু-কন্যা রোহিণী আচার্য (Rohini Acharya) রাজনীতি ছাড়ার এবং নিজের পরিবারকে ‘অস্বীকার’ করার বিস্ফোরক ঘোষণা করার পর শনিবার পাটনা বিমানবন্দরে সাংবাদিকদের কাছে আরও একবার দৃঢ়ভাবে বলেন, “আমার কোনও পরিবার নেই”। […] The post Rohini Acharya | ‘আমার কোনও পরিবার নেই’, বিচ্ছেদের আবহে বিস্ফোরক লালু-কন্যা! appeared first on Uttarbanga Sambad .
Explained: আধার কার্ড থাকলে আপনি নাগরিক নন! কিন্তু কেন?
SIR in Bengal: এত বছর ধরে যে কার্ডকে প্রতিটি স্তরে গুরুত্ব দিল কেন্দ্র সরকার। নিবিড় পরিমার্জন শুরু হতেই কেন সেটিকে বাদ দিতে উদ্যত্ত হল কমিশন? এই প্রশ্নই তুলেছেন একাংশ। বাংলায় এসআইআর-এর কাজ চলছে। আপাতত ঘরে-ঘরে ফর্মও পৌঁছে গিয়েছে। এবার প্রশ্ন হল নথি দেখানোর পর্বে আধার কার্ড দেখালে কি কাজ হবে? নাকি এই কার্ড নিতে নাকচ করবে কমিশন? সুপ্রিম কোর্ট কী বলছে? কমিশন কি বলছে?
Adhir Chowdhury On Bihar Election Result: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এনডিএ-এর বিশাল জয়ের পর বলেন, এই জয় পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যের পথপ্রদর্শক হবে, “যেমন গঙ্গা নদী বিহারের মাধ্যমে বাংলায় প্রবাহিত হয়।” পাশাপাশি তিনি বিহারের মত বাংলায় জঙ্গলরাজ উপড়ে ফেলারও ডাক দেন। মোদীর এই মন্তব্যের পরই মুখ খুললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, 'বিহারের মত বাংলা দখল করার পর্যায়ে এখনই নেই বিজেপি'। আরও পড়ুন- কবে বাংলাদেশে ফিরছেন হাসিনা? বিরাট তথ্য সামনে আসতেই ঘুম উড়ল ইউনূসের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের ভরাডুবি নিয়ে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধরী বলেন, বিহারের ফলাফল নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব চুলচেরা বিশ্লেষণ করছে। আমি যেটুকু বলতে পারি ওখানে দলের সংগঠনটা দুর্বল ছিল। রাহুল গান্ধী বিরাট হাওয়া তুলেছিল। কিন্তু সেটাকে ব্যালট বক্স পৌঁছানো পর্যন্ত যে পরিকাঠামো দরকার তা আমাদের ছিল না। আরও পড়ুন- Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়! নীতীশের সাফলের প্রশ্নে অধীর চৌধুরী বলেন, নীতীশ কুমারের বিরুদ্ধে বিহারের মানুষের মধ্যে কোন ক্ষোভ নেই। ওনার স্বচ্ছ্ব ভাবমূর্তি রয়েছে। উনি পল্টু কমার হতে পারেন কিন্তু উনি দুর্নীতি কুমার নয়। সেই সঙ্গে আদর্শ নির্বাচনী আচরণবিধি থাকা সত্ত্বেও মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার বিষয়ে কমিশনকে তুলোধোনা করেন অধীর। তিনি বলেন, নির্বাচন কমিশন খোলাখুলি ভাবে সরকারকে মদত করেছে। ভোটে হারজিত আলাদা ব্যাপার। কিন্তু কমিশনের মত সংস্থা এভাবে অসাংবিধানিক কাজ করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আরও পড়ুন- লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে বাংলা যোগ! উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ডাক্তারি পড়ুয়া বাংলায় জঙ্গলরাজ শেষের মোদীর ভয়ঙ্কর হুঙ্কার প্রসঙ্গে অধীর বলেন, NCRB রিপোর্ট বলছে, ভারতে সবচেয়ে বেশি অপরাধ উত্তরপ্রদেশ, তারপর বিহার। বিহারে জঙ্গলরাজের যে যুক্তি খাঁড়া করছে সেটাই শেষ কথা নয়। শুধুমাত্র সেটাই জয়ের মাপকাঠি নয়। বাংলায় সারা বছর জুড়ে সন্ত্রাস হচ্ছে। ধর্ষণ, খুন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই তারা একথা বলতেই পারে। বাংলায় এখনও পর্যন্ত সাম্প্রদায়িক বিভাজন ও জাতপাতের রাজনীতির অস্তিত্ব নেই। সুতরাং বিজেপি মনে করলেই বাংলা দখল করার জায়গায় গেছে বলে আমি মনে করিনা।
SSC Interview List Out Today: আন্দোলনের অন্যতম মুখ এরা। দিন হোক বা রাত, করুণাময়ীতে বিকাশ ভবনের সামনে সর্বক্ষণই দেখা গিয়েছে এঁদের। চোখে-মুখে উদ্বেগের ছাপ, প্রতিবাদের ক্লান্তি, নিরাশা ধরা পড়েছে প্রতি মুহূর্তে। কিন্তু শনিবার যখন নতুন নিয়োগ প্যানেলের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হল, তখন কি এঁনাদের কারওর ঠোঁটে সামান্য হলেও হাসির ঝলক দেখা গেল?
‘তেজস্বী ঘরছাড়া করেছেন’, রোহিণীর বিস্ফোরক বয়ানে চরমে লালুপরিবারের ‘গৃহযুদ্ধ’
দলে কেউ প্রশ্ন করলে তাঁকে জুতো মারা হয় বলে অভিযোগ রোহিণীর।
Shubman Gill |ইডেন টেস্টে বড় ধাক্কা ভারতের! ঘাড়ের চোটে হাসপাতালমুখী অধিনায়ক গিল
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টের মাঝেই চরম উদ্বেগ ভারতীয় শিবিরে। ব্যাট করার সময় ঘাড়ের মারাত্মক চোটে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অধিনায়ক শুভমান গিল। শনিবার তাঁকে তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ‘নেক স্প্যাজম’ বা ঘাড়ের পেশিতে টান বলে জানানো হলেও, তাঁর বাকি ম্যাচে খেলা নিয়ে চরম […] The post Shubman Gill | ইডেন টেস্টে বড় ধাক্কা ভারতের! ঘাড়ের চোটে হাসপাতালমুখী অধিনায়ক গিল appeared first on Uttarbanga Sambad .
আইসিইউ’তে শুভমান, প্রথম টেস্টে কি আর নামতে পারবেন ভারত অধিনায়ক?
এমন খবরে চিন্তা বাড়াল ভারতীয় শিবিরে।
‘সুশাসন বাবু’র উপরই আস্থা বিহারের মহিলাদের
শতাংশর হিসাবে এবার আরজেডি সর্বোচ্চ ভোট পেয়েছে।
শুধু জলই যথেষ্ট নয়, মরশুমের সবজি ফুলকপি রান্নার আগে তা পরিষ্কার করুন এই পদ্ধতিতে
কোন পদ্ধতিতে ফুলকপি ধুয়ে পরিষ্কার করবেন রইল টিপস।
Suvendu Adhikari: বাংলায় এবার রাষ্ট্রপতিশাসন! দিনক্ষণ জানিয়ে বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari: পাটনায় এলেন শুভেন্দু অধিকারী। না এটা বিহারের রাজধানী পাটনা নয়। হুগলি জেলার পোলবা ব্লকের প্রত্যন্ত গ্রাম পাটনা। এই গ্রাম মূলত আদিবাসী অধ্যষিত। আদিবাসীদের দেবতুল্য বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর একটি মূর্তি উন্মোচনের পাশাপাশি এদিন এক জনসভায় ভাষণ দিতে গিয়ে রাজ্য সরকারকে একাধিক বিষয়ে তুলোধোনা করেন বিরোধী দলনেত। স্থানীয় বিজেপি নেতা স্বরাজ ঘোষের আমন্ত্রণে এদিন দুপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং কে সঙ্গে নিয়ে শুভেন্দুর এখানে আগমন হয়। এস আই আর নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সময়ে ভোটারলিস্ট না বেরোলে ভোট হবেনা, তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না, সাংবিধানিক ভাবেই হয়ে যাবে। আরও পড়ুন- বিহারের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কি এই বিজেপি নেতাও? বাড়ল নীতীশের রক্তচাপ, চিরাগের বড় সিদ্ধান্ত বিরোধী দলনেতা বিএলও ক্ষোভ নিয়ে বলেন,রাজ্য সরকার অসহযোগিতা করছে তাই বিএলও দের কাজে চাপ বাড়ছে। প্রতিটি এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর বিরোধী। বিহারে এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার নেওয়া হয়েছিল।চার মাসের জন্য। আর এখানে অনেকদিন আগে নির্বাচন কমিশন প্রপোজাল পাঠালেও মমতার নির্দেশে অর্থ দপ্তর তার অনুমোদন দেয়নি। তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছেন। আমাদের বিজেপির কোনো অসুবিধা নেই। কোনো তাড়াহুড়াও নেই। ৭ ফেব্রুয়ারির মধ্যে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না। আর ভোট না হলে ৫ মে রাস্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না সংবিধান অনুযায়ী হয়ে যাবে।তাই নির্বাচন কমিশনের পাশাপাশি তৃনমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি দায় বিজেপির কিছু নেই। আরও পড়ুন- Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়! গতকাল পড়শি রাজ্য বিহারে বিজেপি জোট বিধানসভা ভোটে রেকর্ড সংখ্যক জিতে এসেছে। মূলত মহিলারা দুহাত ভরে নীতিশকে ভোট দিয়েছেন। এরাজ্যেও কি বিধানসভা ভোটে মহিলারা বড় ফ্যাক্টর? এইপ্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা জানান,বিহারে মহিলা ভোট ফ্যাক্টর হলেও এখানে আরজি কর ফ্যাক্টর হবে। দূর্গাপুর হবে। কসবা ল কলেজে ফ্যাক্টর হবে। লক্ষী ভান্ডার সম্পর্কে তাঁর বক্তব্য,ওটা তো সরকারি টাকা। আর এখানে বিজেপিকে দেখে নকল করেছে। শুভেন্দুর দাবি, নারী ক্ষমতায়নের লক্ষ্যে এই রণের স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান। আর বিজেপির রাজ্যে শুধু ভাতায় সীমাবদ্ধ থাকে না। শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায়। চাকরিও দিতে হবে সামাজিক সুরক্ষাও দিতে হবে। লাখপতি দিদিও বানাতে হবে। এক সঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সব জায়গায় করেছে। আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র? শুভেন্দু আরও বলেন, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল নিয়োগে কোনো সংরক্ষণ নেই। সংবিধানে সংরক্ষণের যে অধিকার দেওয়া আছে তা কেড়ে নেওয়া হয়েছে। এত ভুয়ো এসটি সার্টিফিকেট! যারা এসটি নয় তাদের সার্টিফিকেট দিয়ে যারা এসটি তাদের অধিকার কাড়ছেন। নটা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার কেন মমতা দেননি? জনগোষ্ঠী গ্রামকে মডেল গ্রাম করতে চায় ভারত সরকার। যেখানে সৌরআলো থাকবে। পাকা বাড়ি, শৌচালয় থাকবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকবে। অলচিকি ভাষার পড়ার শিক্ষাকেন্দ্র থাকবে। নলকূপ থাকবে। সেখানে করতে দেননি কেন। পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ করার কথা বলব। দ্রৌপদি মূর্মুকে রাষ্ট্রপতি করার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আদিবাসীদের সর্বোচ্চ সম্মান দিতে চান। এটা কোনো ভাষন নয়। দেশের দুটি রাজ্যে এখনও আদিবাসী মুখ্যমন্ত্রী আছেন। আরও পড়ুন- কোন ফর্মূলায় ১০ বার টানা কুর্সিতে নীতীশ? কবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ? রাজ্যপাল বলেছেন বুলেটে নয় ব্যালটে ভোট করতে হবে,,সে প্রসঙ্গে বিরোধী নেতা বলেন,উনি ৩ বছর ধরে আছেন। ওনার উপলব্ধি থেকে বলছেন। জঙ্গলরাজকে উপরে ফেলতে হবে বলেছেন প্রধানমন্ত্রী,সে প্রসঙ্গে তিনি বলেন,প্রধানমন্ত্রী চারবার এসেছেন। উনি যা বলেছেন ঠিকই বলেছেন।
7 Fireproof Animals: আমরা সাধারণত ভাবি, আগুন, ভয়াবহ তাপ বা নিউক্লিয়ার বিস্ফোরণের ধ্বংসযজ্ঞে সব প্রাণীই মারা যায়। বাস্তবে বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রেই সেটা সত্যি। কিন্তু প্রকৃতির নিয়মে কিছু প্রাণী আছে যাদের শরীর, কোষ এবং বিবর্তন এমনভাবে তৈরি—যেখানে ভয়ংকর তাপ, তেজস্ক্রিয় বিকিরণ, এমনকি মহাশূন্যের ভয়াবহ পরিবেশও তাদের থামাতে পারে না। অবিশ্বাস্য হলেও সত্যি—এদের মধ্যে দুইটি প্রাণী হয়তো আপনার ঘরেই রয়েছে! নীচে এমন ৭টি প্রাণীর তালিকা দেওয়া হল, যারা পৃথিবীর সবচেয়ে ভয়ংকর পরিবেশেও বেঁচে থাকার ক্ষমতা রাখে। ১. টারডিগ্রেড (Tardigrades) — পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী টারডিগ্রেড বা 'ওয়াটার বেয়ার' পৃথিবীর সবচেয়ে টেকসই প্রাণী। এরা সবকিছুশুকিয়ে গেলেও বাঁচে, ফুটন্ত জলে বাঁচে, বরফের মধ্যে জমে বাঁচে, মানুষের সহ্যক্ষমতার ১,০০০ গুণ রেডিয়েশনেও বেঁচে থাকে। সবচেয়ে অবাক করা বিষয়— এদেরকে মহাকাশের শূন্যতায় পাঠানো হয়েছিল, যেখানে অক্সিজেন নেই, তাপমাত্রা ভয়ংকর এবং সূর্যের কসমিক রেডিয়েশন মারাত্মক। তবুও তারা জীবিত অবস্থায় ফিরে এসেছে। বিজ্ঞানীদের মতে, পৃথিবী যদি আবারও কোনও মহাপ্রলয়ে ধ্বংস হয়ে যায়—টারডিগ্রেডের বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরও পড়ুন- সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে চিজ পকোড়া, পরিবারের লোকজনের মুখে লেগে থাকবে! ২. আরশোলা (Cockroaches) — নিউক্লিয়ার বোমায়ও শেষ হয় না তেলাপোকা বা আরশোলাকে নিয়ে অনেক কৌতুক রয়েছে যে তারা 'নিউক্লিয়ার যুদ্ধেও বেঁচে যাবে'— যদিও পুরোপুরি সত্য না, তবুও এটা আংশিক সত্য। তেলাপোকা মানুষের তুলনায় ১০ গুণ বেশি রেডিয়েশন সহ্য করতে পারে। প্রায় ১,০০০ র্যাডস বিকিরণেও বাঁচে। হিরোশিমা-নাগাসাকির ধ্বংসস্তূপেও বেঁচে ছিল। তাই, তারা আপনার বাড়িতে শুধু বিরক্তিই তৈরি করে না। তাদের দেখাও একটা বিরাট অভিজ্ঞতা সঞ্চয়। আরও পড়ুন- ভারতের এই ৫টি স্থাপত্যের বয়স ৫০০ বছরেরও বেশি, গিয়েছেন কখনও? ৩. উড ফ্রগ (Wood Frog) — বরফ হয়েও আবার জেগে ওঠে উড ফ্রগ মানে 'বরফ ব্যাঙ'। উত্তর আমেরিকার এই ব্যাঙ শীতে পুরোপুরি জমে বরফ হয়ে যায়। হৃদস্পন্দন বন্ধ, শ্বাস বন্ধ, শরীরের ৬৫% বরফে পরিণত হয়। তবুও বসন্তে গলে ওঠার পর আবার স্বাভাবিকভাবে বাঁচে ও লাফায়। যদিও তারা আগুন বা রেডিয়েশন প্রতিরোধী নয়, তবে তাদের ‘সাসপেন্ডেড লাইফ’ ক্ষমতা গবেষকদের আজও বিস্মিত করে। আরও পড়ুন- সকাল নাকি বিকেল, সূর্যের আলো থেকে কখন বেশি ভিটামিন ডি মেলে? ৪. ব্র্যাকোনিড বোলতা (Braconid Wasps) — তেজস্ক্রিয়তা সহ্য করতে পারে ব্র্যাকোনিড পরিবারের অনেক বোলতা উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা সহ্য করতে পারে। তাদের জিনগত গঠন এতটাই শক্তিশালী যে কোষের ক্ষতিও অনেক সময় ঠিক হয়ে যায়। নিউক্লিয়ার দুর্ঘটনায় পতিত অঞ্চলে এদের দ্রুত বেড়ে ওঠা এদের অভিযোজন ক্ষমতার উদাহরণ। আরও পড়ুন- সকালে হাঁটার আগে শুধু খেয়ে নিন এই জিনিসটা, বড়সড় রোগভোগ থেকে বেঁচে যাবেন ৫. পিঁপড়ে (Ants) — রেডিওঅ্যাকটিভ বাংকারেও বেঁচে থাকে রাশিয়ার একটি পরিত্যক্ত নিউক্লিয়ার বাংকারে বিজ্ঞানীরা একটি বিশাল পিঁপড়ের উপনিবেশ খুঁজে পেয়েছেন। আলো নেই, খাবার নেই, চারদিকে তেজস্ক্রিয় দেয়াল। তবুও তারা বেঁচে ছিল! মরা পিঁপড়ে খেয়ে, বেঁচে থাকা পিঁপড়ে নতুন উপনিবেশ গড়েছিল। যা প্রকৃতির এক অবিশ্বাস্য উদাহরণ। ৬. পায়রোফিলিক বিটল (Pyrophilic Beetles) — আগুন দেখলে ছুটে যায় এই বিটলগুলিকে বলা হয় ‘অগ্নিপ্রেমী পোকা’। বন আগুন দেখলে তারা কাছে চলে আসে, জ্বলন্ত কাঠে ডিম পাড়ে, তাদের শরীরের সেন্সর ৫০ কিলোমিটার দূরের আগুনও টের পায়। এত তাপেও তারা কীভাবে বাঁচে? কারণ, তাদের এক্সোস্কেলেটন অত্যন্ত তাপ-সহনশীল। ৭. বিছে (Scorpions) — আগুন নয়, কিন্তু রেডিয়েশন থেকে বাঁচতে পারে বিচ্ছুরা বা বিছেরা হাজার হাজার বছর ধরে বিপদজনক পরিবেশে টিকে আছে। উচ্চমাত্রার তেজস্ক্রিয়তায় সপ্তাহের পর সপ্তাহ বেঁচে থাকতে পারে এরা। ভয়ংকর তাপমাত্রাও সহ্য করতে সক্ষম। এ কারণেই তারা পৃথিবীর প্রাচীনতম বেঁচে থাকা প্রাণীদের তালিকায় রয়েছে। আগুন, রেডিয়েশন, শূন্যতা—মানুষের কাছে যা ভয়ংকর, প্রকৃতির কিছু প্রাণীর কাছে তা কেবল আরেকটি চ্যালেঞ্জ। টারডিগ্রেড, তেলাপোকা, পিঁপড়ে, বিছে—এরা প্রমাণ করে দিয়েছে, বিবর্তন কতটা বিস্ময়কর হতে পারে।
Crack Heel |সারাবছরই পা ফাটছে? কারণ হতে পারে কিছু শারীরিক সমস্যাও!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়লেই শুরু হয় পা ফাটার সমস্যা (Crack Heel)। তবে গরমকালেও অনেকে এই সমস্যায় ভোগেন। এই পা ফাটার নেপথ্যে থাকতে পারে কিছু শারীরিক সমস্যাও। সেগুলি কী কী, তা জেনে নিন। সোরিয়াসিস এই রোগের ক্ষেত্রে পা ফাটতে পারে। পায়ের তালুতে খোসার মতো চামড়া উঠতে থাকে এই রোগে। এটি ছড়িয়ে পড়তে পারে গোড়ালিতেও। […] The post Crack Heel | সারাবছরই পা ফাটছে? কারণ হতে পারে কিছু শারীরিক সমস্যাও! appeared first on Uttarbanga Sambad .
Sodium |রক্তে সোডিয়ামের মাত্রা কমেছে? এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হয়ে যান
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোনও কারণে রক্তে সোডিয়ামের মাত্রা (Sodium) অস্বাভাবিকভাবে কমে যাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মূলত দেহকোষের বাইরে থাকে সোডিয়াম। তাই শরীরে সোডিয়ামের ঘাটতি হলে কোষগুলি ফুলে যায়, তখনই হয় বিপত্তি। কেন এমনটা হয়? ১. ডায়ারিয়া হলে শরীরে সোডিয়ামের মাত্রা কমে য়েতে পারে। কোনও কারণে দিনে একাধিকবার বমি হলেও শরীরে সোডিয়াম কমে যেতে পারে। […] The post Sodium | রক্তে সোডিয়ামের মাত্রা কমেছে? এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হয়ে যান appeared first on Uttarbanga Sambad .
Balurghat: পুরুষরা খালি মদ্যপান করছে, বারণ করলেও শুনছেন না, তারপরই বাধ্য হয়ে মহিলারা যা করলেন…
স্থানীয় সূত্রে খবর, চকআন্ধারু গ্রামের লক্ষ্মীতলায় বসে হাট। এলাকার বেশ কয়েক গ্রামে এখন আর মদের ঠেক বসে না। এলাকার মহিলারা প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করে দিয়েছে। এর ফলে দূর দূরান্ত থেকে পুরুষরা নেশার জন্য আসছে লক্ষ্মীতলা হাটে। শুধু মাত্র মদের জন্য প্রতিদিন হাট বসতে শুরু করেছে। মদের ঠেক বসায় গ্রামের পরিবেশ ক্রমশ নষ্ট হচ্ছে। নিয়মিত বহিরাগতদের আনাগোনা বাড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামবাসী।
জনপ্রিয় ধারাবাহিকের শুটিংয়ে রক্তারক্তি কাণ্ড! জখম ছোটপর্দার নায়িকা তিয়াসা
ঠিক কী হয়েছিল? এখনই বা কেমন আছেন নায়িকা?
Dalkhola |দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ানো ডালখোলার চিকিৎসককে ছেড়ে দিল NIA, তবে বেঁধে দেওয়া হল শর্ত!
ডালখোলা: দিল্লি বিস্ফোরণ কাণ্ডের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক হওয়া উত্তর দিনাজপুরের জেলার ডালখোলা থানার কোনাল গ্রামের চিকিৎসক জানিসার আলমকে শনিবার বিকেলে ছেড়ে দেওয়া হল। উল্লেখ্য, শুক্রবার সকালে সূর্যাপুর হাইস্কুলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় NIA। পরিবারের দাবি, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার সন্দেহভাজন এক ব্যাচমেট চিকিৎসকের সঙ্গে তাঁর ফোনে ও হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। সেই […] The post Dalkhola | দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ানো ডালখোলার চিকিৎসককে ছেড়ে দিল NIA, তবে বেঁধে দেওয়া হল শর্ত! appeared first on Uttarbanga Sambad .
Belakoba |ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল ক্ষতি তেজপাতা ফ্যাক্টরিতে, দমকল দেরিতে আসায় ক্ষোভ এলাকাবাসীর
বেলাকোবা: ভয়াবহ অগ্নিকাণ্ড তেজপাতা ফ্যাক্টরিতে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বেলাকোবার (Belakoba) শিকারপুর অঞ্চলের সোনার বাড়ি এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, দমকল পৌঁছাতে দেরি করায় রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই মোমবাতি জ্বালিয়ে শ্রমিকরা তেজপাতা প্যাকিংয়ের কাজ করছিলেন। কিন্তু এদিন দুপুর আড়াইটে নাগাদ তেজপাতা প্রক্রিয়াকরণ ও প্যাকিং […] The post Belakoba | ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল ক্ষতি তেজপাতা ফ্যাক্টরিতে, দমকল দেরিতে আসায় ক্ষোভ এলাকাবাসীর appeared first on Uttarbanga Sambad .
SSC Interview List: কোন-কোন বিষয়ে কত কাট-অফ?
West Bengal Teacher recruitment: SSC-র প্রকাশিত তালিকা থেকে দেখা যাচ্ছে, অ্যাকাউটেন্সিতে কাট অফ গেল ৩৪, আবার বাংলায় দেখা যাচ্ছে নম্বর নামল ৭৩, অন্যদিকে, বায়োলজিক্যাল সায়েন্সে নম্বর ৬৪। কেমিস্ট্রির কাট অফ ৬৭। কম্পিউটার অ্যাপ্লিকেশনে নম্বর নেমেছে ৫৩। আর কম্পিউটার সায়েন্স ৬০। অর্থনীতিতে কাট অফ নম্বর-৫৮। এডুকেশনের নম্বর-৫৬। ইংরাজির কাট অফ নম্বর- ৭৭
Top 5 Breaking News Bengal: কলকাতার বিখ্যাত বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু ১৬ নভেম্বর রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। কলকাতা পুলিশ বৃহস্পতিবার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই সময়ে হুগলি রিভার ব্রিজ কমিশনারস সেতুর গুরুত্বপূর্ণ মেরামতি কাজ সম্পন্ন করবেন। এর মধ্যে রয়েছে সেতুর স্টে এবং হোল্ডিং ডাউন কেবেল পরিবর্তন, পাশাপাশি বেয়ারিংও প্রতিস্থাপন করা হবে। যানজট ও জনসুরক্ষার জন্য, পুলিশ জানিয়েছে যে আচার্য জগদীশ চন্দ্র বসু রোড দিয়ে পশ্চিমের দিকে যাত্রা করা সমস্ত যানকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জ’স গেট রোড এবং স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজে পৌঁছাতে নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন- West Bengal Weather Update: দার্জিলিঙের পারদ ৭ ডিগ্রিতে, কাঁপছে শ্রীনিকেতনও! আগামী সপ্তাহ থেকেই মারকাটারি ঠান্ডা রাজ্যজুড়ে? শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশনে শুক্রবার রাতের শেষভাগে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, এই স্টেশনে রেড ফোর্ট বিস্ফোরণ সংক্রান্ত সন্ত্রাসী মডিউল থেকে উদ্ধারকৃত বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এর শব্দ ৩০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। বিস্ফোরণের পর পুলিশ স্টেশন এবং আশপাশের বেশ কয়েকটি যানবাহনে আগুন লেগে যায়। রাতের একটের আগেই ঘটনাস্থলে বহু অ্যাম্বুলেন্স এবং ফায়ার টেন্ডার পাঠানো হয়। শীর্ষ পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারাও দ্রুত নওগামে পৌঁছান। নিরাপত্তার কারণে এলাকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন ৩২ জন। আরও পড়ুন- Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়! শনিবার ভোরে কলকাতার বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় বাজারের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকান থেকে আগুন শুরু হয়ে মুহূর্তের মধ্যে আশেপাশের বেশ কয়েকটি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত মানুষজন বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ঘটনাস্থলটি দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আরও পড়ুন- RG Kar case:আরজিকর কাণ্ডে ভরা আদালতে সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ নিহত তরুণী চিকিৎসকের মায়ের আরজিকর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের প্রতি ক্ষোভ ক্রমশ বাড়ছে নির্যাতিতার পরিবারের মধ্যে। শুক্রবার শিয়ালদহ আদালতে মামলার শুনানির সময় ফের বিস্ফোরক মন্তব্য করলেন নিহত চিকিৎসকের মা। প্রকাশ্য আদালতেই তিনি সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে তীব্র আক্রমণ করেন। এর আগে একাধিকবার সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। আরও পড়ুন- RG Kar case:আরজিকর কাণ্ডে ভরা আদালতে সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ নিহত তরুণী চিকিৎসকের মায়ের নভেম্বরের এই সময়ে দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ প্রকট। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্থিতিশীল থাকবে। তবে পরবর্তী দু-তিন দিনে কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া অঞ্চলে ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যাচ্ছে। আজও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডা অনুভূত হচ্ছে।
‘বিনা দোষে’৩০ দিন জেলবন্দি ব্যক্তি! ভুয়ো মামলায় পুলিশকে ভর্ৎসনা হাই কোর্টের
সুতি থানার মামলায় তদন্তকারী অফিসারকে জরিমানা বিচারপতির।
বাংলাদেশের জেলে আটক কাকদ্বীপের মৎস্যজীবীর মৃত্যু! খবর পেতেই ধন্দে পরিবার
দেহ ফিরিয়ে আনতে শুরু হয়েছে তৎপরতা।
Bengal Student Released in Delhi Blast Case: নিশারও একই বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করছেন। শুক্রবার ভোটের এনআইএ-র একটি দল সূর্যাপুর বাজার চত্বর থেকে তাঁকে আটক করেন। তবে দিন পেরতেই তাঁকে ছেড়েও দিয়েছেন তদন্তকারীরা। কিন্তু এতক্ষণ আটকে রেখে তাঁর থেকে কী কী তথ্য উদ্ধার করেছে এনআইএ?
উৎসবে রেকর্ড ঋণ, অর্থায়নেও বৃদ্ধি
এর নেপথ্যে রয়েছে জিএসটি সংস্কার এবং ব্যক্তিগত আয়করের পরিবর্তনের ইতিবাচক প্রভাব।
Alipurduar |রাইডের টানে খুদেরা বারবার রাসমেলায়
সায়ন দে, আলিপুরদুয়ার: সবে চারদিন হল শুরু হয়েছে আলিপুরদুয়ার দুর্গাবাড়ির রাসমেলা (Alipurduar)। আর ওই মেলাই এখন হয়ে উঠেছে শহরের খুদেদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। খেলনা কিনে নগরদোলা, ট্র্যামপোলিন চড়ে রাসমেলা ঘুরে প্রতিদিন বাড়ি ফিরছে খুদেরা। একদিনে মন ভরছে না কারও। তাই কেউ কেউ বাবা-মায়ের কাছে জেদ ধরে বারবার মেলায় আসছে। তাই সন্ধ্যা থেকেই ভিড় জমে যায় মেলায়। […] The post Alipurduar | রাইডের টানে খুদেরা বারবার রাসমেলায় appeared first on Uttarbanga Sambad .
ত্রিকোণ প্রেমের ‘মাশুল’, বাল্যবন্ধুকে খুনের পর ২৬ টুকরো করা হল দেহ!
নৃশংস এই ঘটনায় গ্রেপ্তার নিহতের বন্ধু ও প্রেমিকা।
Kalchini |একটি গমগমে, আরেকটি তালাবন্ধ
সমীর দাস, কালচিনি: কালচিনি ব্লকের মধু চা বাগানের একই মাঠে দুটি স্কুল (Kalchini)। একটিতে শিক্ষক সংখ্যা কম, আরেকটিতে শিক্ষক সংখ্যা বেশি। শুক্রবার সেখানে গিয়ে দেখা গেল, যে স্কুলে শিক্ষক কম, সেই স্কুল গমগম করছে। আর যে স্কুলে শিক্ষক বেশি, তার দরজায় তালা ঝুলছে! বন্ধ চা বাগানের বিরসু লাইনের যে স্কুলে ক্লাস হচ্ছিল, সেই স্কুলের নাম […] The post Kalchini | একটি গমগমে, আরেকটি তালাবন্ধ appeared first on Uttarbanga Sambad .
Top 5 Cricketers Released: আইপিএল ইতিহাসে 'উলটপূরাণ', রিলিজ় করা হল এই ৫ ভয়ঙ্কর ক্রিকেটারকে!
দাউদের মাদক পার্টির বিশেষ অতিথি নোরা! বিতর্কের মাঝে মুখ খুললেন মডেল অভিনেত্রী, কী বললেন?
কী সাফাই নোরার?
Recruitment in Jalpaiguri: কোনও কোনও ক্ষেত্রে ১৯ বছর হলেই আবেদন জানানো যাবে। কোনও কোনও নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর। আবার কোনও পদের জন্য ৬৭ বছর। কোনও পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। কোনও ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে। পূর্ব অভিজ্ঞতার জন্যও নম্বর রয়েছে।
Bihar Election Result 2025: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র বিপুল জয়ের পেছনে একাধিক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ কাজ করেছে। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিজেপি ও জেডিইউ-র সমন্বিত শক্তি তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটকে স্পষ্ট ব্যবধানে পরাজিত করেছে। ২৪৩ আসনের মধ্যে এনডিএ জিতেছে ২০২টি আসন, যা রাজ্যে কার্যত সুনামি তুলেছে। যদিও এই নির্বাচনে আরজেডি সর্বাধিক ভোট পেয়েছে—প্রায় ১ কোটি ১৫ লক্ষ—তবুও আসন সংখ্যার নিরিখে হিসাবে তারা মাত্র ২৫টিতে সীমাবদ্ধ থেকেছে। বিজেপি পেয়েছে ১ কোটি ভোট এবং জেডিইউ পেয়েছে ৯৭ লক্ষ ভোট। আরও পড়ুন- Srinagar blast: আবারও রক্তাক্ত ভূস্বর্গ! শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯, আহত ২৯ বিজেপি ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৯টি এবং জেডিইউ সমান সংখ্যক আসনে লড়ে ৮৫টি আসনে জয় পেয়েছে। আগের নির্বাচনের তুলনায় জেডিইউর আসন সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। অন্যদিকে, আরজেডি ১৪৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২৫টি আসন জিতেছে, এবং কংগ্রেস ৬১টি আসনে লড়ে মাত্র ৬টিতে জয় পেয়েছে। গত ১৫ বছরের মধ্যে এটিই কংগ্রেস ও আরজেডি—উভয়ের কাছেই সবচেয়ে খারাপ ফলাফল। আরও পড়ুন- কোন ফর্মূলায় ১০ বার টানা কুর্সিতে নীতীশ? কবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ? এনডিএ-র বিপুল জয়ের পেছনে যে ফ্যাক্টরগুলি কাজ করেছে ■ মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা: মহিলা ভোটব্যাংক ধরে রাখতে নীতিশ কুমারের কৌশল ছিল অত্যন্ত কার্যকর। মেয়েদের সাইকেল ও আর্থিক সহায়তা থেকে শুরু করে মদ নিষিদ্ধকরণ, সরকারি চাকরিতে ৩৫% সংরক্ষণ—সবকিছুই তাকে মহিলা ভোটারদের কাছে জনপ্রিয় করে তুলেছে। নির্বাচন শুরুর আগে মুখ্যমন্ত্রীর মহিলা কর্মসংস্থান প্রকল্পের আওতায় ১ কোটি ১৩ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা স্থানান্তর তাদের সমর্থন আরও সুদৃঢ় করেছে। আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র? ■ জঙ্গল রাজ–এর স্মৃতি ও আইনশৃঙ্খলা ইস্যু: নির্বাচনী প্রচারপর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার লালু-যুগের “জঙ্গলরাজ” স্মরণ করিয়ে দিয়েছিলেন। নিরাপত্তা ও সুশাসনের প্রশ্নে ভোটারদের বড় অংশ বিশেষত তরুণ ও মহিলা ভোটাররা নীতিশ কুমারের উপর আস্থা রাখেন। মোদীর প্রচার তেজস্বী যাদবকে এই ইস্যুতে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ■ বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প নীতিশ সরকারের ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে নির্বাচনী ফলাফলে। মুখ্যমন্ত্রী বিদ্যুৎ গ্রাহক সহায়তা প্রকল্পের আওতায় ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হচ্ছেন। কোনো আবেদন ছাড়াই এই সুবিধা পাওয়ায়, নিম্ন ও মধ্যবিত্তের শ্রেণির কাছে সরকারের প্রতি আস্থা আরও অটুট থেকেছে। আরও পড়ুন- লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে বাংলা যোগ! উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ডাক্তারি পড়ুয়া ■ নীতিশ কুমারের স্বচ্ছ্ব ভাবমূর্তি: প্রায় ২ দশক ক্ষমতায় থাকা সত্ত্বেও নীতিশ কুমারের ভাবমূর্তি এখনও স্বচ্ছ্ব। দুর্নীতি–বিতর্ক বা ব্যক্তিগত কেলেঙ্কারি—কোনো অভিযোগই নীতীশের বিরুদ্ধে ওঠেনি। রাজনৈতিক পালাবদল সত্ত্বেও “সুশাসন বাবু” হিসেবে তার জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। ■ উন্নয়ন–ইমেজ: রাস্তাঘাট, সেতু, ওভারব্রিজ, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলার উন্নতিতে নীতিশ কুমারের নেতৃত্বে বিহার এক নতুন পরিচিতি পেয়েছে। “বিকাশ পুরুষ” হিসেবে তার ভাবমূর্তি গ্রাম থেকে শহর সব জায়গায় প্রভাব ফেলেছে। আরও পড়ুন- Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়! সব মিলিয়ে উন্নয়ন, মহিলা ভোট, কল্যাণমূলক প্রকল্প, আইনশৃঙ্খলার প্রশ্ন এবং নেতাদের ব্যক্তিগত ইমেজ এই সব কারণ বিহারে এনডিএকে ঐতিহাসিক জয় এনে দিয়েছে।
Alipurduar |শুভদের শৈশবের অর্ধেক স্কুলে, অর্ধেক ইটভাটায়
অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: বলো তো আজ কার জন্মদিন? উত্তর এল, ‘জানি না’। বলো তো দেশের প্রধানমন্ত্রী কে? এবার উত্তর এল। কেউ বলল, মমতা। কেউ বলল মোদি। আচ্ছা এ থেকে জেড পর্যন্ত বলো তো? পরপর এতগুলো প্রশ্ন শুনে রীতিমতো মনমরা গৌর, তনুরা এবার মনে হয় সহজ প্রশ্ন পেল। তনু বলতে শুরু করল, ‘এ, বি, সি, ডি, […] The post Alipurduar | শুভদের শৈশবের অর্ধেক স্কুলে, অর্ধেক ইটভাটায় appeared first on Uttarbanga Sambad .
রাসেল-ডি’ককদের বিদায়ে ফাঁকা ১৩ স্লট, মিনি নিলামে নাইটদের টার্গেট কারা?
আসন্ন মরশুমেও কি অজিঙ্ক রাহানে অধিনায়ক থাকবেন?
মুনিরের শক্তি বাড়িয়ে বিচারব্যবস্থার ক্ষমতা খর্ব, পাকিস্তানে পদত্যাগ আরও এক বিচারপতির
শাহবাজ ও মুনির জুটির কবলে নিষ্পেষিত পাকিস্তানের গণতন্ত্র।
বাঘের মুখোমুখি ভালুক! দক্ষিণরায়ের সামনে থেকে কোন কৌশলে রক্ষা, ভিডিও ভাইরাল
ভাইরাল ৫৭ সেকেন্ডের ভিডিও।
Raiganj |টুঙ্গিদিঘি থেকে উদ্ধার গন্ধগোকুল, তুলে দেওয়া হল বনদপ্তরের হাতে
রায়গঞ্জ: টুঙ্গিদিঘি থেকে গন্ধগোকুল উদ্ধার করল রায়গঞ্জের এক পশুপ্রেমী সংস্থার সদস্যরা।শনিবার ৮ ফিট গভীর একটি সোকপিট থেকে গন্ধগোকুলটিকে উদ্ধার করে তাঁরা। ইতিমধ্যেই গন্ধগোকুলটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এই বিষয়ে ওই পশুপ্রেমী সংস্থার কর্নধার গৌতম তান্তিয়া বলেন, ‘শুক্রবার রাতে টুঙ্গীদিঘিতে কৃষ্ণ কুণ্ডুর বাড়ির নির্মীয়মান সোকপিটে একটি গন্ধগোকুল পড়ে যায়। সকালে আমাদের দপ্তরে ফোন আসলে […] The post Raiganj | টুঙ্গিদিঘি থেকে উদ্ধার গন্ধগোকুল, তুলে দেওয়া হল বনদপ্তরের হাতে appeared first on Uttarbanga Sambad .
বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত একই পরিবারের ৫
আহত হয়েছেন আরও পাঁচ জন।
মুন্ডুহীন, দুই হাত কাটা দেহ নয়ড়ার ড্রেনে! যুবতী খুনের নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক
গ্রেপ্তার যুবতীর প্রেমিক।
এক দশক পর মিলল ন্যায়বিচার, কিশোরী ধর্ষণে যুবককে ১০ বছরের সাজা আদালতের
৬০ হাজার টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে।
SSC Interview List Published: কে কে ডাক পেলেন? দেখে নিন এসএসসি-র একাদশ-দ্বাদশের ইন্টারভিউ তালিকা
SSC Interview List Out Today: এই তালিকায় রয়েছে প্রার্থীদের নাম। তার পাশেই রয়েছে তাঁদের রোল নম্বর। রয়েছে ওএমআর-এর পাতায় অর্থাৎ লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর। সঙ্গে রয়েছে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত নম্বর এবং সবশেষে উল্লেখ রয়েছে ৮০-এর মধ্যে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী কত পেলেন সেটাও।
Riju Biswas |শাড়ি বিতর্কের জেরে চর্চার শিরোনামে! এবার বড়পর্দায় নায়কের ভূমিকায় ঋজু
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শাড়ি বিতর্কের জেরে বর্তমানে চর্চায় অভিনেতা ঋজু বিশ্বাস (Riju Biswas)। মূলত সোশ্যাল মিডিয়ায় মহিলাদেরকে ‘ইউ লুক গুড ইন শাড়ি’ এই মেসেজটি পাঠিয়ে রীতিমতো ভাইরাল তিনি। আর এবার তাঁকেই দেখা যেতে চলেছে বড়পর্দায় (Film)। ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে ঋজুকে। জানা গিয়েছে, শৌভিক ভট্টাচার্যের ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে ঋজুকে। ছবির নাম ‘উপসংহার’। […] The post Riju Biswas | শাড়ি বিতর্কের জেরে চর্চার শিরোনামে! এবার বড়পর্দায় নায়কের ভূমিকায় ঋজু appeared first on Uttarbanga Sambad .
Lifestyle |সেরামিকের বাসন ঝকঝকে করতে চান? রইল টিপস
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে রান্নাঘরের ধরণ। একইসঙ্গে পাল্লা দিয়ে বদলেছে রান্নায় বা খাবার টেবিলে ব্যবহৃত বাসনপত্রও। এই মুহূর্তে বেশিরভাগ ‘নিউক্লিয়ার’ পরিবারের মডিউলার কিচেনে জায়গা করে নিয়েছে বিভিন্ন বাসনপত্রের সঙ্গে সমানভাবে সেরামিকের বাসনও। কিন্তু আর পাঁচটা বাসনের থেকে সেরামিকের থালা-বাটি পরিষ্কার করার নিয়ম একটু আলাদা। সঠিকভাবে তা পরিষ্কার করলে যত্নে থাকবে আপনার […] The post Lifestyle | সেরামিকের বাসন ঝকঝকে করতে চান? রইল টিপস appeared first on Uttarbanga Sambad .
Bihar Election Result: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র নিরঙ্কুশ জয়ের পর ইন্ডিয়া জোটের বিপর্যয় নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিহার ভোটের ফলাফলের পর ভরাডুবির কারণ খুঁজতে আসরে নেমেছে বিরোধী জোটের শীর্ষ নেতৃত্ব। বিরোধীদের কৌশল নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে পাঁচটি আসনে জয় ছিনিয়ে নিয়েছে এআইএমআইএম। এরপর আসাদুদ্দিন ওয়াইসি ইন্ডিয়া জোট ও মহাজোটকে তীব্র সমালোচনা করেন এবং কিছু পরামর্শও দেন। আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র? ওয়াইসি অভিযোগ করেন, বিরোধীরা এখনও বুঝতে পারছে না কেন তারা বিজেপিকে আটকে রাখতে ব্যর্থ হচ্ছে। সপা প্রধান অখিলেশ যাদব যখন এসআইআর-কে মহাজোটের পরাজয়ের কারণ বলে ব্যাখ্যা করেন, তখন ওয়াইসি সরাসরি বলেন—“আর কতদিন এসআইআর আর ইভিএম নিয়ে বাজে কথা বলবেন? এভাবে চললে বিজেপিকে আটানো যাবে না।” ওয়াইসির মতে, বিরোধীদের আত্মতুষ্টি এবং ভোটারদের প্রতি ‘রাজা-প্রজা’ ভাবমূর্তিই তাদের প্রধান দুর্বলতা। তিনি মন্তব্য করেন, “যদি মনে করেন আপনারাই রাজা আর ভোটাররা আপনাদের প্রজা, তবে জেনে রাখুন সেই যুগ শেষ। মানুষ আর এমন দলকে ভোট দেবে না।” आखिर INDIA गठबंधन, @BJP4India को क्यों नहीं रोक पा रहा है? | बैरिस्टर @asadowaisi ने दी सलाह pic.twitter.com/NiTKWh11nR — AIMIM (@aimim_national) November 15, 2025 এআইএমআইএম-এর সাফল্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ওয়াইসি বলেন, তাঁর দল বিহারের মানুষের রায়কে শ্রদ্ধা জানায় এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে অভিনন্দন। তিনি জানান, বিহারের উন্নয়নে তাঁদের দল সরকারকে সবরকমের সহযোগিতা করবে। তাঁর কথায়, “আমাদের লক্ষ্য বিহারের উন্নয়ন, শিশু মৃত্যুহার কমানো, মহিলা ও শিশুদের জন্য স্কুল-হাসপাতাল তৈরি, সেতু ও শিল্প গড়ে তোলা। এই কাজে আমরা সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলব।” আরও পড়ুন- লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে বাংলা যোগ! উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ডাক্তারি পড়ুয়া
কোন চরিত্রে কখনওই অভিনয় করবেন না টোটা? নিজেই জানালেন অভিনেতা
বরাবর নতুন চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন টোটা।
Lalbagh |বিয়ের পিঁড়িতে নাবালিকা স্কুল পড়ুয়া! বিয়ের আসর থেকে আটক ছাত্রীর বাবা ও পাত্র সহ ৪
লালবাগ: ইছের বিরুদ্ধে এক নাবালিকা স্কুল ছাত্রীকে বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন তার বাবা সহ পরিবারের লোকেরা। কিন্তু ঘটনার খবর পেয়েই সেই বিয়ের আসরে পৌঁছে যায় পুলিশ। এরপর সেই বিয়ের আসর থেকেই আটক করা হয় ওই নাবালিকার বাবা, দিদি, খোদ পাত্র এবং তার এক বন্ধু সহ মোট ৪ জনকে। ওই নাবালিকাকে উদ্ধার করে পাঠানো হয় বহরমপুরের […] The post Lalbagh | বিয়ের পিঁড়িতে নাবালিকা স্কুল পড়ুয়া! বিয়ের আসর থেকে আটক ছাত্রীর বাবা ও পাত্র সহ ৪ appeared first on Uttarbanga Sambad .
Siddiqullah Chowdhury on SIR: সিদ্দিকুল্লার সাফ কথা, “কোনও ভাবেই বৈধ ভোটারদের বাদ দেওয়া যাবে না। দরকারে বুথ ভিত্তিক খসড়া তালিকা টাঙিয়ে দেবে। যিনি খসড়া তালিকা লিখবেন তাঁকেও স্বচ্ছভাবে করতে হবে। কোনওভাবে হাতটা এদিক-ওদিক হয়ে গেলে আগুন নিয়ে খেলা হবে।”
অবিবাহিত মেয়েরা স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখছেন? অবাক করা নেপথ্য কারণ
এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি?
KKR Retention List: বাদ পড়লেন ৯ তারকা! কোন কোন ক্রিকেটারকে বিদায় জানাল কেকেআর?
SIR: মঙ্গলে ফের রাজ্যে কমিশনের টিম, রয়েছে বড় কর্মসূচি
ECI team is coming to Kolkata: আরও জানা গিয়েছে, ১৮ নভেম্বর কলকাতায় আসার পর ওইদিনই কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দক্ষিণ ২৪ পরগনার ডিইও এবং ইআরও-দের সঙ্গে বৈঠক করবে কমিশনের ওই টিম। সেই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও অন্য আধিকারিকরা উপস্থিত থাকবেন।
বিবিসির ক্ষমাপ্রার্থনাতেও মান ভাঙল না ট্রাম্পের! এবার ৫০০ কোটি ডলারের মামলার হুঁশিয়ারি
ঘটনার সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক তথ্যচিত্র ঘিরে।
দিল্লি বিস্ফোরণ নিয়ে টানা প্রশ্ন, বাংলার ডাক্তারি পড়ুয়াকে মুক্তি দিয়ে কী জানাল NIA?
শনিবার রাতে উত্তর দিনাজপুর থেকে আটক হয় আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
ঘনঘন ধেয়ে আসা গ্রহাণুকে এবার ‘বন্দি’করবে বিশেষ ব্যাগ! কেমন সেই কাজ?
ক্যালিফোর্নিয়ার এক বেসরকারি সংস্থার এই কাজে কত খরচ?
ভুয়ো আধার কার্ড বানিয়ে হলদিবাড়িতে বাস! SIR আতঙ্কে বাংলাদেশ পালাতে গিয়ে গ্রেপ্তার যুবক
ধৃতকে মেখলিগঞ্জ আদালতে পেশ করেছে হলদিবাড়ি থানার পুলিশ।
BLO: ক্ষোভে ফুঁসছেন মালদহের চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুরের বাসিন্দারা। সরব বিরোধীরাও। ইতিমধ্যেই কমিশনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে ফেলেছে বিজেপি। সন্তোষপুর গ্রামের ২০৮ নং বুথের বিএলও জাফর ইকবাল। তাঁর বিরুদ্ধেই কর্তব্য গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Bihar Election Result: বিহারের ঝড় পেরিয়ে বাংলার ময়দান! ওয়াইসির মিম কি বদলে দেবে '২৬-এর ভোটচিত্র?
Bihar Election Result: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র সুনামির মধ্যেও নিজেদের রাজনৈতিক জমি ধরে রাখতে সফল হয়েছে অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)। এ বছর বিহার বিধানসভায় ১১ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন, যার মধ্যে পাঁচজনই AIMIM-এর প্রার্থী। আরজেডির টিকিটে মাত্র তিন জন, কংগ্রেসের টিকিটে ২ জন এবং জেডিইউ-র টিকিটে একজন মুসলিম প্রার্থী রাজ্যে জয়ী হয়েছেন। অপরদিকে AIMIM মোট ১.৮৫% ভোট পেয়ে ৯,৩০,৫০৪টি ভোট অর্জন করেছে। বিহারে জয়ের পর সম্ভাব্য রাজনৈতিক রূপরেখা নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছে AIMIM। এবার বিহার বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের দিকে আরও সুসংগঠিত নজর দিচ্ছে দল। মালদা ও মুর্শিদাবাদকে ভিত্তি করে লড়াইয়ের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। চলতি মাসেই শুরু হতে চলেছে ‘অধিকার যাত্রা’। রাজ্যের জেলায় জেলায় অনুষ্ঠিত হবে এই অধিকার যাত্রা। আরও পড়ুন- বিহারের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কি এই বিজেপি নেতাও? বাড়ল নীতীশের রক্তচাপ, চিরাগের বড় সিদ্ধান্ত AIMIM-এর রাজ্য প্রধান ইমরান সোলাঙ্কি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, বিজেপি-বিরোধী সব ছোট-বড় রাজনৈতিক দলকে এক মঞ্চে যুক্ত করার প্রচেষ্টাও চলছে। আমরা তৃণমূল কংগ্রেসকেও আহ্বান জানাচ্ছি বিজেপি বিরোধী জোটে। যদি কোনও জোট নাও হয় তাহলেও এই রাজ্যে আমাদের ৫০টি আসনে লড়াই করার পরিকল্পনা রয়েছে। আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র? ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে AIMIM পুরোপুরি প্রস্তুত হয়ে নামতে চলেছে বলেই জানিয়েছেন রাজ্য ইউনিটের প্রধান ইমরান সোলাঙ্কি। তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনে লড়াইয়ের জন্য দল পুরোপুরি তৈরি। আমরা নানা রাজনৈতিক কর্মসূচি করছি।” ইমরান সোলাঙ্কি দাবি করেছেন, কংগ্রেস ও অন্যান্য দল থেকে একাধিক নেতারা AIMIM-এর সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। রাজ্যে সংগঠন বিস্তারের লক্ষ্যে দিন কয়েকের মধ্যে রাজ্যে আসবেন মিম প্রধান। সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের সমর্থন পেলে আগামী বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য আসবে বলেই মনে করছে দল। আরও পড়ুন- এবেলা গিয়ে ওবেলা ফিরুন! কলকাতার কাছেই কোলাহলমুক্ত অপরূপ এই প্রান্ত যেন লুকনো স্বর্গ! বিজেপি ভোট কাটিয়ে দল বলে অনেকেই মিমের বিরুদ্ধে অভিযোগ করে। রাজ্য মিম প্রধান বলেন, এখন আর ওই কথা খাটে না। বরং ভোট কেটে আমাদের প্রার্থীকে হারিয়ে দিচ্ছে। তাছাড়া মুসলিমদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করলেও তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে এরাজ্যে এসেছিলেন আসাদউদ্দিন ওয়াইসি। বৈঠক করেছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে। তার আগে এআইএমএম এরাজ্যে প্রার্থী দেবে বলে রাজনৈতিক মহলে জোর প্রচার চলছিল। কিন্তু ফুরফুরা শরিফে ওই বৈঠকের পর এআইএমএম কোনও প্রার্থী দেয়নি বাংলায়। ২০২৬ বিধানসভা নির্বাচনের ময়দানে লড়াইয়ের অঙ্গীকার নিয়েছে ওয়েইসির দল। দেখার বিষয় এবার বাংলায় প্রথমবার প্রার্থী দিয়ে কতটা দাগ কাটতে পারে AIMIM। আরও পড়ুন- চলমান SIR প্রক্রিয়ার মাঝেই BLO-দের বিক্ষোভ, উত্তাল পরিস্থিতি, কমিশনের বিরুদ্ধে চরম ক্ষোভ বিহারের নির্বাচনে এনডিএ ঝড় সত্বেও ভালো ফল পাওয়ার পর বাংলা এখন পাখির চোখ AIMIM-এর। আসাদউদ্দিন ওয়াইসি নিজেও বাংলার রাজনীতির দিকে নজর রাখছেন। রাজনৈতিক মহলের প্রশ্ন, AIMIM কি পশ্চিমবঙ্গে বিজেপি-বিরোধী ভোটে ভাগ বসাবে? নাকি বিহারের মতো এখানেও নিজেদের স্বতন্ত্র শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে? সময়ই তার জবাব দেবে।
শাড়ি বিতর্ক অতীত, এবার বড় পর্দায় ফিরছেন ঋজু! দেখা যাবে কোন ছবিতে?
এবার বিতর্ক অতীত, পর্দায় ফিরেছেন ঋজু।
ট্রেলার-বাইক সংঘর্ষ, পুরুলিয়ায় জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩ যুবক
ঘাতক ট্রেলারটিকে আটক করেছে পুলিশ।
জয়ের পর বিহারে ‘সাফাই’অভিযান বিজেপির, সাসপেন্ড প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার সিং
বিধায়ক অশোক আগরওয়াল ও কটিহারের মেয়র উষা আগরওয়ালকেও সাসপেন্ড।
বর্ধমান: বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন মাত্র চারজন। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআরের (SIR) কাজের জন্য চার শিক্ষককেই দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসার বা বিএলও-র দায়িত্ব (BLO)। যে কারণে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরের হালাড়া প্রাথমিক বিদ্যলয়ের পঠনপাঠন কার্যত শিকেয় উঠেছে। এদিকে, মাস ঘুরলেই বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হবে। এই পরিস্থিতিতে রীতিমতো দুশ্চিন্তায় খুদে পড়ুয়াদের অভিভাবকরা। তাই তাঁরা চাইছেন […] The post Purba Bardhaman | বিদ্যালয়ের ৪ শিক্ষকই বিএলও! বার্ষিক পরীক্ষার আগে শিকেয় পঠনপাঠন, দুশ্চিন্তায় অভিভাবকরা appeared first on Uttarbanga Sambad .
দিল্লি বিস্ফোরণে যোগ! এবার জোড়া এইআইআর আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে
দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল।
SIR: রাতে চুপিচুপি বাড়ি থেকে ‘পালিয়েছেন’, SIR আতঙ্ক বলছে পরিবার
South Dum Dum Municipality: বছর ছেচল্লিশের বৈদ্যনাথ হাজরা বেশ কয়েকদিন ধরেই এসআইআর আতঙ্কে ছিলেন বলে তাঁর পরিবারের দাবি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। বর্তমান ভোটার লিস্টে অবশ্য নাম রয়েছে। বাবা, মা প্রয়াত হওয়ায় তাঁদের ভোটার কার্ডও নেই। বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন গতকাল গভীর রাত দুটো তিন মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই ছবি।
প্রাক্তন স্ত্রী রিয়া মণিকে মারধর, হত্যার চেষ্টা! ফের কারাগারে হিরো আলম
ঢাকার আদালতে রিয়া মণির দায়ের করা মামলার ভিত্তিতেই গ্রেপ্তার 'বিতর্কিত' নায়ক।
RJD Setback in Bihar Polls: কিন্তু এই সঞ্জয় যাদব ও রামিজ়ই বা কারা? একাংশের মত, আরজেডির রাজ্যসভা সাংসদ ও তেজস্বীর অত্যন্ত ঘনিষ্ঠ নেতা সঞ্জয় যাদবের কথাই বলেছেন রোহিণী। অন্যদিকে রামিজ় হলে উত্তর প্রদেশে স্থিতু তেজস্বীরই এক বন্ধু।
Blast Case: ডাক্তারি ছাত্রের মুক্তি, নিসারের পরিবারে ফিরল স্বস্তি
Blast Case: যাহ নিসারের মুক্তিতে স্বস্তি ফিরল পরিবারে। দিল্লি বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের মধ্যে কেউ তাঁর বন্ধু ছিলেন বলে জানা গিয়েছে। যাঁর সঙ্গে প্রায় বছর খানেক আগে তাঁর কথা হয় বলে দাবি। আর তাঁকে জিজ্ঞাসাবাদের পর অসঙ্গতি না মেলায় মুক্ত করা হয়েছে বলে জানান নিসারের পরিবার।
China: পরমাণু পরীক্ষার প্রস্তুতি চিনের? জাপানের রাষ্ট্রদূতকে ডেকে কড়া সতর্কবার্তা
এমনকী জাপানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে কূটনৈতিক সতর্কতাও দিয়েছে। বলা হয়েছে, যদি জাপানকে চিনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হয় তাহলে তাঁকে (জাপানের প্রধানমন্ত্রী) সকলের সামনে থেকে তাঁর দেওয়া বয়ান তুলে নিতে হবে।
‘বিহার ভোটের ফলাফলের প্রভাব পড়বে না বাংলায়’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দাবি বৃন্দার
হাওড়ায় সাংবাদিকদের মুখোমুখি সিপিএম নেত্রী।
কলেজের বেতন দিতে পারছে না করিশ্মার দুই সন্তান, আদাতলে প্রসঙ্গ উঠতেই…
সঞ্জয়ের প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুরের দুই সন্তান — সামাইরা ও কিয়ান — দিল্লি উচ্চ আদালতে একটি আবেদন পত্র জমা করেছে। তাঁদের দাবি করেছেন যে, তাঁদের পিতার শেষ উইলটি নাকি ভুয়ো ও বিভ্রান্তিকর। ওই উইল অনুযায়ী সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া কাপুর সম্পত্তির প্রধান অধিকারী বলে উল্লেখ থাকায় সন্দেহের জায়গা তৈরি হয়েছে বলে অভিযোগ।
দেশজুড়ে চুরি, ডাকাতি! সাঁতরাগাছিতে ধৃত ‘শান সি সুলতানপুরী’ গ্যাংয়ের ৩, তদন্তে CID
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গ্যাংয়ের অন্যান্যদের খোঁজ শুরু।
RJD |দরিদ্রদের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার! বিহারে পরাজয়ের পর কী বার্তা আরজেডি-র?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারের নির্বাচনে (Bihar Assembly elections) ভরাডুবি হয়েছে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি-র (RJD)। পরাজয়ের পর কোনও মন্তব্য করা হয়নি দলের তরফে। তবে প্রায় ২৪ ঘণ্টা পর অবশেষে নীরবতা ভাঙল আরজেডি। এক্স হ্যান্ডেলে আরজেডি-র তরফে এনিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘জনসেবা একটি অবিরাম প্রক্রিয়া, একটি অন্তহীন যাত্রা। এতে উত্থান-পতন […] The post RJD | দরিদ্রদের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার! বিহারে পরাজয়ের পর কী বার্তা আরজেডি-র? appeared first on Uttarbanga Sambad .
ভর্তি ছিলেন হাসপাতালে, ধুম জ্বর, এখন কেমন আছেন সৌমিতৃষা?
সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। একটা ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, ম্যালেরিয়া হওয়ার কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ ফেরাতে হচ্ছে তাঁকে। তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
Sheikh Hasina: কবে বাংলাদেশে ফিরছেন হাসিনা? বিরাট তথ্য সামনে আসতেই ঘুম উড়ল ইউনূসের
Sheikh Hasina:বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের সরব প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক অস্থিরতা, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং চরমপন্থী-সমর্থিত সরকারের উত্থান এই তিন পরিস্থিতিকে তিনি ‘গণতন্ত্রবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন। আসন্ন সাধারণ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন তিনি। আরও পড়ুন- কোন ফর্মূলায় ১০ বার টানা কুর্সিতে নীতীশ? কবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ? শেখ হাসিনা অভিযোগ করেন, আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে না দেওয়ার সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতির স্পষ্ট লঙ্ঘন। তাঁর কথায়, বাংলাদেশের সাধারণ নির্বাচন প্রক্রিয়া থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া মানে দেশের কোটি মানুষের ভোটাধিকার হরণ। যে দলকে জনগণ নয়বার নির্বাচিত করেছে, তাকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দেওয়া একটি অসাংবিধানিক চেষ্টা। প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, বর্তমান অনির্বাচিত সরকার এমন একটি পরিকাঠামোর অধীনে নির্বাচন পরিচালনা করছে, যার কোনও গণতান্ত্রিক বৈধতা নেই। দেশে আওয়ামী লীগের উপস্থিতি ছাড়া কোনও নির্বাচন ‘বৈধ’ হতে পারে না, এমনটাই মন্তব্য তাঁর। আরও পড়ুন- Srinagar blast: আবারও রক্তাক্ত ভূস্বর্গ! শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯, আহত ২৯ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা বলেন, ক্ষমতায় থাকুক বা বিরোধী আসনে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও নৈতিক ভিত্তি নেই। তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি। তা না হলে একটি জনগণের সম্মতিতে পরিচালিত সরকার গঠনের পথ বন্ধ হয়ে যাবে। দেশের স্থিতিশীলতার স্বার্থেও এই নিষেধাজ্ঞা বন্ধ হওয়া উচিত বলে মত তাঁর। আরও পড়ুন- Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়! বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়ে এক প্রশ্নে হাসিনা জানান, তাঁর দেশের প্রতি অঙ্গীকার আজও অটল। তিনি বলেন, আমি বাংলাদেশে ফিরতে চাই। তবে তার জন্য দেশের গণতন্ত্রকে সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করতে হবে। অবাধ, সুষ্ঠু নির্বাচন হতে হবে। জনগণের তাদের নেতা নির্বাচনের অধিকার রয়েছে। এই সাংবিধানিক অধিকার কোনও সরকারই কেড়ে নিতে পারে না। আরও পড়ুন- লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে বাংলা যোগ! উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ডাক্তারি পড়ুয়া সামগ্রিকভাবে, শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক মহলেও দৃষ্টি আকর্ষণ করেছে।
৬৫ কোটি নিয়ে নিলামে নামবে কেকেআর, কোন দল ছাড়ল কাকে? রইল আইপিএলের পুরো রিটেনশন তালিকা
কোন দলের পার্সে রইল কত টাকা?
কোন তীর্থে হবে ঈশ্বরলাভ? জন্মতারিখ মিলিয়ে করুন মন্দির দর্শন
ভারতীয় জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সংখ্যাতত্ত্বের রয়েছে গভীর যোগ।
Bengali Fritters: সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে চিজ পকোড়া, পরিবারের লোকজনের মুখে লেগে থাকবে!
Cheese Pakora Recipe: চায়ের সঙ্গে বা বাড়িতে হঠাৎ অতিথি এলে দ্রুত কিছু বানাতে হলে পকোড়ার কথাই সবার আগে মনে আসে। আলু, পিঁয়াজ বা বেগুন পকোড়া তো পরিচিত, কিন্তু আজ একটু আলাদা— চিজ পকোড়া (Cheese Pakora Recipe) বানানোর কায়দাটা দেখে নেওয়া যাক। এটা বানাতে যত সহজ, খেতে ততটাই অসাধারণ। বাচ্চা-বুড়ো সবাই চিজ পছন্দ করে, আর সেই চিজকে যদি বেসনের মশলায় ডুবিয়ে মুচমুচে করে ভাজা হয়, তাহলে স্ন্যাক্সস খেতে লাগে দুর্দান্ত! খুব সহজেই বানানো যায় এই রেসিপিতে খুব সাধারণ উপকরণ লাগে—বাড়ির রান্নাঘরেই সব পাবেন। সময় লাগে মাত্র ১০–১২ মিনিট। আর সবচেয়ে বড় কথা, এই চিজ পকোড়া ভাজা হলে বাইরে ক্রিসপি, ভেতরে নরম মোলায়েম চিজ—যা খেতে দারুণ লাগে। চিজ পকোড়া বানাতে লাগবে ১০–১২ টুকরো চিজ কিউব, ১/২ কাপ বেসন, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১/২ চা চামচ জিরা, ১ টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ, বেসনের ব্যাটার ঘন করার জন্য জল, ভাজার জন্য তেল। আরও পড়ুন- ভারতের এই ৫টি স্থাপত্যের বয়স ৫০০ বছরেরও বেশি, গিয়েছেন কখনও? এই পকোড়া তৈরি করতে একটি মাঝারি বাটিতে বেসন নিন। এর সঙ্গে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা, ধনেপাতা কুচি এবং লবণ যোগ করুন।এখন ধীরে ধীরে তাতে জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করুন। ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়। এমন ঘন হতে হবে যাতে চিজ কিউব ডুবালে কোট ভালোভাবে লেগে থাকে। আরও পড়ুন- সকাল নাকি বিকেল, সূর্যের আলো থেকে কখন বেশি ভিটামিন ডি মেলে? চিজ কিউবগুলো ব্যাটারে ডুবিয়ে নিন। হাতে বা চামচ দিয়ে ঘোরাতে ঘোরাতে নিশ্চিত করুন প্রতিটি কিউব সমানভাবে কোটেড হয়েছে।ব্যাটার সামান্য পুরু রেখে ভাজলে বেশি মুচমুচে হবে। চিজ পকোড়া ভাজতে কড়াই বা প্যানে তেল গরম করুন। তেল গরম হলে ব্যাটার-কোটেড চিজ কিউবগুলো সাবধানে তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে ভাজুন যাতে ভেতরের চিজ গলে যায় এবং বাইরে সুন্দর গোল্ডেন ব্রাউন রং আসে। ভাজা হলে কাগজে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। আরও পড়ুন- সকালে হাঁটার আগে শুধু খেয়ে নিন এই জিনিসটা, বড়সড় রোগভোগ থেকে বেঁচে যাবেন গরম গরম চিজ পকোড়ার সঙ্গে দিন টমেটো সস, মশলা চাটনি, ধনেপাতা চাটনি, মেয়োনিজ ডিপ। এগুলো চায়ের সঙ্গে বা স্ন্যাক্স হিসেবে দারুণ লাগবে। চিজ পকোড়া আরও পারফেক্ট করতে হলে ব্যাটার খুব পাতলা হলে কোট ঠিকমতো হবে না। তেল মাঝারি গরম হতে হবে। অতিরিক্ত গরম হলে স্বাদ পোড়া হবে। চিজ কিউবের পরিবর্তে মোজারেলা স্টিকও ব্যবহার করতে পারেন। বাচ্চাদের কথা মাথায় রেখে লঙ্কা বাদ দিলেও হবে। ব্যাটারে সামান্য চালের গুঁড়ো দিলে খেতে আরও মুচমুচে হবে। আরও পড়ুন- দিনে ১ লিটারও জল খাচ্ছেন না! শরীরে কী হচ্ছে জানেন? চিজ গরম হলে ভেতরে নরম হয়ে যায়, আর বাইরে বেসনের ক্রিসপি লেয়ার—দুটি মিলে দারুণ কম্বিনেশন। একটি পকোড়া (Fritters) মুখে দিলেই গলে যাবে। তাই স্ন্যাক্স হিসেবে বা পার্টিতে স্টার্টার (starter) হিসেবেও এটি পারফেক্ট।
Saltlake: ছিল নিঁখুত পরিকল্পনা, স্বর্ণ ব্যবসায়ী খুনে ব্যবহৃত গাড়িটি কী করা হয়?
Jewellery shop owner murder case: পাশাপাশি খুনের ঘটনার পর ব্যবহৃত অপর ফরচুনার গাড়িটি নিয়ে সড়কপথে উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছিলেন দুই ব্যক্তি। সেই গাড়ির খোঁজ পাওয়া যায়নি।ঘটনার সঙ্গে যুক্ত দু'জনের হদিস পেতে চাইছেন গোয়েন্দা শাখার তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্তদের মধ্যে একজন বলিষ্ঠ ব্যক্তি ছিলেন বলে জানা গিয়েছে।
গা ঢাকা দিতে দেশ ছাড়ার প্ল্যান করে শাহিন! দিল্লি কাণ্ডে আরও স্পষ্ট ‘জেহাদি’ চিকিৎসকের যোগ
সূত্রের দাবি, শাহিন জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের মহিলা ব্রিগেড তৈরির দায়িত্বে ছিল।
Governor on Bengal: ভোটের আগে বড় বার্তা রাজ্যপালের, জবাব দিল তৃণমূলও
Governor on Bengal: রাজ্যপালের তৃণমূল রাজ্যপালের এই বক্তব্যের পাল্টা জবাব দিতে পিছপা হচ্ছে না। শাসক দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, 'বুলেটে কীভাবে ভোট হয়, সেটা শীতলকুচিতেই দেখেছি।' তিনি আরও বলেন, 'রাজ্যপাল বিজেপির ভাষায় কথা বলছেন।'
CV Ananda bose: ব্যালটে ভোট হওয়া উচিত: রাজ্যপাল বোস
Kolkata: আর এবার বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকমাস আগে রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সি ভি আনন্দ বোস। বুলেটে নয়, ব্যালটে ভোট হোক, এমন বার্তাই দিতে শোনা গিয়েছে রাজ্যপালকে। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে ব্যালটে ভোট হওয়া উচিত, বুলেটে নয়। অবিলম্বে সেই পরিস্থিতি তৈরি করা প্রয়োজন। তাঁর কথায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে রাজ্যে বর্তমানে সেই পরিস্থিতি নেই।
‘এবার শুধু ছবিতেই দেখা হবে’, আমেরিকায় ‘বেলা’র প্রিমিয়ারের দিনই ভদ্রা বসুর প্রয়াণে শোকস্তব্ধ পরিচালক
তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'বেলা'।
America to Detonate Nuclear: শেষবার ১৯৯২ সালে পরমাণু বোমা পরীক্ষা করেছিল আমেরিকা। তারপর ওই বছরই সরকারি ভাবে পরমাণু পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয় তাঁরা। এরপর ১৯৯৬ সালে পরমাণু পরীক্ষা নিষিদ্ধ চুক্তি স্বাক্ষর করে আমেরিকা। সেই থেকে পরমাণু পরীক্ষা বন্ধ রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা নতুন করে শুরু হতে চলেছে ৩৩ বছর পর।
কোচবিহারে ডাম্পার-সহ নদীতে ভেঙে পড়ল সেতু, অসমের সঙ্গে সহজে যোগাযোগ বিছিন্ন!
ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

15 C