Ajker Rashifal Bengali, 21 November 2025: শুক্রবারের সকাল মানেই নতুন আশার সূচনা। ২১ নভেম্বর ২০২৫ তারিখে আজ আকাশে চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। দিনের প্রথম ভাগে প্রতিপদ তিথি দুপুর পর্যন্ত থাকবে এবং তার পর দ্বিতীয়া আরম্ভ হবে। প্রতিটি রাশির ওপর এই চন্দ্রগতি ভিন্ন ভিন্ন প্রভাব ফেলবে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কিছুটা গৃহস্থালিকেন্দ্রিক হতে পারে। সপ্তাহের শেষভাগ হওয়ায় প্রয়োজনীয় ঘরের কাজগুলো গুছিয়ে নিতে হতে পারে। আর্থিক বিষয়ে খানিক চাপ অনুভব হলেও তা সাময়িক। যাঁদের ব্যবসা আছে, তাঁরা পাওনাদারের সঙ্গে আলোচনায় গেলে লাভবান হতে পারেন। ধৈর্য ধরে সব কিছু সামলালে দিনের শেষে স্বস্তি ফিরে আসবে। আরও পড়ুন- এই ঘরোয়া সামান্য জিনিসেই চুল করুন মজবুত আর ঘন! বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জাতকরা আজ দাম্পত্য জীবনে কিছু জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তবে অবিবাহিতদের জন্য দিনটি বেশ শুভ। যাঁদের বিয়ের কথাবার্তা চলছে তাঁদের জীবনে অগ্রগতি হতে পারে। বাণিজ্যিক কাজে অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়লে লাভের সম্ভাবনা তৈরি হবে। মানসিক স্থিরতা বজায় রাখতে চেষ্টা করুন। আরও পড়ুন- নাক দিয়ে রক্ত পড়া সবসময় সাধারণ ব্যাপার নয়! কোন লক্ষণে বুঝবেন তা জরুরি অবস্থা মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির দিন শুরু হতে পারে কিছুটা মানসিক অস্থিরতা নিয়ে। কাজের ব্যস্ততার মাঝে শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা জরুরি। ঘরের কাজে সহকারি বা গৃহকর্মীর সহযোগিতা পাবেন, যা দিনটিকে সহজ করে তুলবে। নিজের ভুল স্বীকার করে তা থেকে শিক্ষা নিলে ভবিষ্যতে উন্নতি হবে। রাগ বা অভিমান ধরে রাখলে সম্পর্কের ক্ষতি হতে পারে। আরও পড়ুন- বিশ্বের সেরা ৫ খাবারের তালিকায় বাটার চিকেন! বাড়িতেই স্বাস্থ্যকর রেসিপি বানানোর গোপন ট্রিক ফাঁস কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জন্য আজকের দিনটি প্রেম এবং সৃজনশীলতায় ভরা। যাঁদের প্রেমিক বা প্রেমিকা আছে, তাঁরা আজ সম্পর্কের মধুরতা অনুভব করবেন। শিল্পী, গায়ক, অভিনয়শিল্পী বা সৃজনশীল পেশার মানুষের জন্য দিনটি বিশেষভাবে শুভ। কারণ আয় বৃদ্ধির নতুন সুযোগ মিলতে পারে। যাঁরা ব্যবসায় উন্নতি করতে চান তাঁরা নতুন জ্ঞান অর্জনে মনোযোগী হলে ভালো ফল পাবেন। আরও পড়ুন- এই ৬টি ফলে থাকে সবচেয়ে বেশি কীটনাশক, জানলে অবাক হবেন! সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির ঘরে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে। বৃহস্পতির প্রভাবে পারিবারিক পরিবেশ আনন্দমুখর হয়ে উঠবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কথাবার্তায় উন্নতি হতে পারে। যানবাহন ক্রয়-বিক্রয় সংক্রান্ত পরিকল্পনাও আজ ভালো ফল দিতে পারে। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের জন্য আজ বৈদেশিক যোগাযোগে অগ্রগতির দিন। যারা বিদেশে কাজ বা পড়াশোনা করার পরিকল্পনা করছেন তারা সুসংবাদ পেতে পারেন। ছোট ভাই-বোনের সাহায্যে ঘরের কাজ সহজে সম্পন্ন হবে। যাঁরা অনলাইন কাজ করেন বা কন্টেন্ট নির্মাণ করেন তাঁদের জন্য নতুন পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে শুভ। খুচরা বা পাইকারি যে কোনও বাণিজ্যে লাভের সুযোগ তৈরি হতে পারে। সামাজিক কোনও নিমন্ত্রণে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে নতুন পরিচিতি ভবিষ্যতের কাজে উপকার দেবে। যাঁরা রেস্তোরা বা খাদ্যের ব্যবসা করেন তাঁদের জন্য দিনটি লাভজনক। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জাতকদের আজ সতর্কতার সঙ্গে দিন কাটাতে হবে। কিছু ব্যক্তিগত জটিলতা বা ভুল বোঝাবুঝির কারণে মানসিকভাবেও ক্লান্ত লাগতে পারে। আয় রোজগারের ক্ষেত্রে বাধা আসলেও তা অস্থায়ী। দাম্পত্য সম্পর্কে আলোচনা বাড়ালে সম্পর্কের ভুল ধারণা দূর হতে পারে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির দিনটি ব্যয়বহুল হতে পারে। তবে যাঁরা বিদেশে থাকেন বা বিদেশে কাজ করেন, তাঁরা আজ সাফল্যের স্বাদ পাবেন। ট্রাভেল সংক্রান্ত ব্যবসায়ীদের আজ ব্যয় বাড়লেও ভবিষ্যতে তা লাভজনক হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরে আসার সুযোগ থাকলে তা সম্পর্ককে আরও সুন্দর করবে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি আনন্দের। বন্ধুদের সঙ্গে বাইরে বেরোনোর পরিকল্পনা সফল হবে। ব্যবসায় উন্নতি হবে এবং পুরোনো বাধা দূর হতে পারে। বড় ভাই-বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে কথা বললে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। যাঁরা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাঁরা শুভ ফলের আশা করতে পারেন। বাণিজ্যিক কাজে কোনও প্রভাবশালী ব্যক্তির সহায়তা আসতে পারে। পিতার সঙ্গে কোনও যাত্রা বা আউটিং মনকে আনন্দ দেবে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের জন্য আজ বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। ঘর ও পরিবারের বয়োজ্যেষ্ঠদের উপদেশ আজ খুবই প্রয়োজনীয় হবে। যারা উচ্চ শিক্ষায় উন্নতির চেষ্টা করছেন তারা সফল হবেন। ভাগ্য আজ তাদের পাশে রয়েছে। আজ শুভ সময় সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে আছে, তাই দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কিছু বিশেষ মুহূর্ত আপনার ইতিবাচক কাজকে সফল করে তুলতে পারে। আজ ধনু রাশিতে জন্ম নেওয়া ব্যক্তিদের ওপর বৃহস্পতির প্রভাব প্রবল থাকবে। বৃহস্পতির মঙ্গলদৃষ্টি আজকে শুভ শক্তির দ্বার খুলে দিতে পারে। এখন দেখে নেওয়া যাক আজকের দিনে কোন রাশির জন্য কোন সম্ভাবনা অপেক্ষা করছে।
শুক্রবারে কী রয়েছে আপনার ভাগ্যে? জেনে নিন দিন কেমন যাবে
Horoscope Today on November 21 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
২১ নভেম্বর রাশিফল: আজ মিথুন রাশিতে ভাগ্য সদয়, বসের প্রশংসা পাবে বৃষ!
জেনে নিন আজকের রাশিফল।
পার্ক স্ট্রিটে হোটেলের ঘর থেকে উধাও বিদেশি পর্যটকের ডলার! তদন্তে পুলিশ
সিসিটিভির ফুটেজের উপরই জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
Aadhaar Card: বড় বদল আধার কার্ডে, থাকবে না নাম-ছবিও
Aadhaar Card: কিউ আর কোড স্ক্যান করার জন্য নতুন অ্যাপ আনা হবে ইউআইডিএআই-এর তরফে। কিউআর কোড তাতেই স্ক্যানকরতে হবে। যে এম আধার অ্যাপটি বর্তমানে আসছে, সেটি এবার থেকে আর ব্যবহার করা যাবে না।সংস্থার সিইও ভূপেশ কুমার।
Bangladeshi: মাত্র ৫০০০ টাকা দিলেই হওয়া যায় ভারতীয়! কীভাবে!
SIR in Bengal: এই পরিস্থিতিতে নতুন করে শাসক দলের দিকে উঠছে আঙুল। প্রশ্ন তুলছে বিজেপি। বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, আমাদের ট্যাক্সের টাকায় পরিষেবা দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারীদের। একাধিক জায়গায় সীমান্তে ভিড় বাড়ছে বলেই সূত্রের খবর।
তথ্যের হেরফের দেখেই সন্দেহ, ৭ BLO-কে শোকজ কমিশনের
SIR in Bengal: বিভিন্ন জায়গায় বিএলও-রা এই ডিজিটাইজেশন নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে অসুবিধা হচ্ছে বলে দাবি বিএলও-দের। এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকায় বেশ কিছু তথ্যের হেরফের দেখা গিয়েছে। সে ব্যাপারেই উপযুক্ত জবাব চাওয়া হয়েছে। না পেলে নেওয়া হতে পারে কড়া ব্যবস্থা।
Sheikh Hasina Extradition: কোন পদ্ধতিতে ফেরানো যেতে পারে হাসিনাকে? কী ভাবছেন উপদেষ্টা?
Yunus Government on Hasina Extradition: কিন্তু এই দুই প্রক্রিয়া ছাড়া আর কি কোনও পদ্ধতি নেই? বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, এদিন বাংলাদেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে।
Kumarganj |‘সেতু না হলে ভোট নয়…’, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিপজ্জনক নদী পারাপার জাখিরপুরে!
বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ: দীর্ঘদিনের অবহেলা, অপূর্ণ প্রতিশ্রুতি আর একের পর এক প্রাণহানির অভিযোগ জমে ক্ষোভ বাড়ছে জাখিরপুর পঞ্চায়েতের তিন গ্রাম—মুন্সীপুর, দেবীপুর ও ডাঙ্গাপাড়ায়। ইছামতী নদীর উপর স্থায়ী সেতুর দাবিতে এবার সরাসরি ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন এই তিন গ্রামের বাসিন্দারা। অভিযোগ, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডলের বাড়ি থেকে এই প্রত্যাশিত সেতুর দূরত্ব মাত্র ১ কিলোমিটার হলেও, […] The post Kumarganj | ‘সেতু না হলে ভোট নয়…’, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিপজ্জনক নদী পারাপার জাখিরপুরে! appeared first on Uttarbanga Sambad .
Supreme Court on Tribunal Reforms: মোদী সরকারের আইন বাতিল করল সুপ্রিম কোর্ট, কেন?
Supreme Court News: বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে উঠেছিল এই ট্রাইবুনাল রিফর্ম মামলা। মূলত একটি ট্রাইবুনালে সদস্য নিয়োগ ও তাঁর কার্যকালের মেয়াদ প্রসঙ্গে শুনানি শুরু হয় প্রধান বিচারপতি গবাই নেতৃত্বাধীন বেঞ্চে। বারংবার বারণ করা সত্ত্বেও কেন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করেছে বলে প্রশ্ন করে শীর্ষ আদালত।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে চলতে থাকা SIR কাজ নিয়ে তিনি একাধিক গুরুতর অভিযোগ তোলেন। বিএলওদের ওপর অতিরিক্ত কাজের চাপ, শারীরিক অসুস্থতা, মৃত্যুর ঘটনা এবং গোটা প্রক্রিয়া পরিচালনায় ত্রুটির কথা উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী চিঠিতে দাবি করেছেন, “নির্দিষ্ট সময়সীমার মধ্যে এত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। এতে সাধারণ মানুষেরই অসুবিধা বাড়বে।” দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা বিধানসভা এলাকার দুর্গা গোবিন্দপুরে একদল দুষ্কৃতীর বেনজির তাণ্ডবে চরম উত্তেজনা ছড়িয়েছে। গতকাল গভীর রাতে হঠাৎই এলাকায় ঢুকে পড়ে দুষ্কৃতীদের একটি বড় দল। তারপরই শুরু হয় লাগামছাড়া তাণ্ডব।স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতীরা বিনা প্ররোচনায় একাধিক বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। বেশ কয়েকটি গোয়াল ঘরেও আগুন লাগানো হয়, যার ফলে অগ্নিদগ্ধ হয়ে কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, এলাকায় রাখা বহু মোটরবাইক ও স্থানীয় বিডিও-র গাড়িতেও আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury:“দিদিই প্রথম বুঝেছিলেন অনুপ্রবেশের বিপদ”, অধীরের মন্তব্যে তোলপাড়! অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় অধীর চৌধুরী। তিনি বলেন, “ওপার থেকে লোক আসছে—এটা রাজ্য সরকার জানে। ভোটার বানাতে গিয়ে তৃণমূলের লোকেরাই টাকা নিয়ে ভোটার কার্ড, আধার করে দিচ্ছে।” তিনি দাবি করেন, অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে আগে সংসদে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। “২০০৫ সালে অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংসদে শাল ছুঁড়ে মেরেছিলেন দিদি। বিজেপি আজ সেই তত্ত্বই ব্যবহার করছে,” মন্তব্য অধীরের। আরও পড়ুন- SIR-এর ভয়ে কাঁটা! সীমান্তে উদ্বেগ, কান্না আর অপেক্ষা, বাংলাদেশে ফিরতে হুড়োহুড়ি! বীরভূমের সিউড়িতে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল আবারও প্রকাশ্যে। বৃহস্পতিবার সিউড়ির ২ নম্বর ব্লকে তৃণমূল কর্মী-সমর্থকদের দুই গোষ্ঠীর মধ্যে মারপিটে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঠিক সেই সময় এলাকায় উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়।সূত্রের খবর, এদিন সাংসদ শতাব্দী রায় দলের SIR ক্যাম্প পরিদর্শনে গেলে অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল শেখ অনুগামীদের মধ্যে হঠাৎই বচসা থেকে হাতাহাতি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু'পক্ষ রাস্তায় একে অপরকে ফেলে কিল–চড়–লাথি–ঘুষিতে লুটিয়ে পড়ে। আচমকা এই বিশৃঙ্খল ঘটনায় বিব্রত ও অস্বস্তিতে পড়েন সাংসদ শতাব্দী রায়। অশান্তি আরও বাড়ার আগেই তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ছেড়ে বেড়িয়ে যান। আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury:“দিদিই প্রথম বুঝেছিলেন অনুপ্রবেশের বিপদ”, অধীরের মন্তব্যে তোলপাড়! বারাসাতে ছেলে ধরার গুজব ঘিরে অশান্তির আবহ তৈরি হয়েছিল কয়েক মাস আগেই। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিশু চুরি নিয়ে। সেই গুজবে উত্তেজিত জনতা নিরীহ মানুষকে মারধর পর্যন্ত করেছিল। কিন্তু তদন্তের শেষে উঠে আসে এক রোমহর্ষক সত্য—এই গুজবের উৎসই ছিল প্রকৃত খুনি এনজার নবী।
মদ খেয়ে স্টাফরুমে ঢুকে শিক্ষকদের প্রাণনাশের হুমকি, অকথ্য গালিগালাজ
Purba Medinipur School: ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ সরিফ, বাড়ি মল্লিকচক গ্রামে। নন্দকুমার থানার ওসি অমিত দেব জানিয়েছেন এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।
সিদ্দারামাইয়াকে সরিয়ে কর্নাটকের কুরসিতে শিবকুমারকে বসানোর দাবি! দিল্লিতে ‘ঘনিষ্ঠ’বিধায়করা
কর্নাটকের কংগ্রেস শিবিরে ভাঙন কি সময়ের অপেক্ষা?
India-Israel: তেল আবিবে তৈরি হল ইতিহাস! চুক্তি স্বাক্ষর ভারত-ইজরায়েলের
Free Trade Agreement: ২০১০ সালের মে মাস থেকে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। এখনও পর্যন্ত এই বিষয়ে দুই দেশের মধ্যে আট দফা আলোচনা হয়েছে। মাঝে কিছুদিনের বিরতি ছিল, পরে ২০২১ সালের অক্টোবরে উভয় পক্ষই ফের আলোচনার টেবিলে বসে।
Murshidabad News: টাকার লেনদেনের বিবাদে সটান গুলি? গুরুতর জখম যুবক হাসপাতালে
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মালঞ্চ গ্রামে টাকাপয়সার লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়াল। বিবাদের জেরে গুলি চলার অভিযোগ ওঠে। ঘটনায় জখম হন রবিউল শেখ (বয়স ৪০), বর্তমানে তিনি বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সালামের কাছ থেকে কয়েক হাজার টাকা ধার নিয়েছিলেন রবিউল। দীর্ঘদিন কেটে গেলেও তিনি টাকা ফেরত দেননি। অভিযোগ, এই ক্ষোভ থেকেই সালাম দলবল নিয়ে বুধবার রাতে রবিউলের বাড়ির সামনে বচসা শুরু করে। সেই সময় আব্দুস সালাম তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ পরিবারের। আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury:“দিদিই প্রথম বুঝেছিলেন অনুপ্রবেশের বিপদ”, অধীরের মন্তব্যে তোলপাড়! রবিউলের দাদা ইশার শেখ জানান,“আমি তখন দোকানে ছিলাম। পরে শুনি সালাম ও আরও কয়েকজন এসে গুলি চালিয়েছে। একটি গুলি রবিউলের ডান হাতে কনুইয়ের নিচে লাগে।”স্থানীয়রা তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করেন। অন্যদিকে আব্দুস সালামের পরিবার পাল্টা অভিযোগ করেছে। তাঁর বাবা কেতাবুল শেখ বলেন,“গুলির ঘটনা সম্পূর্ণ মিথ্যা। বরং রবিউলরাই সালামকে মেরেছে। গুরুতর অবস্থায় ওকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে।” আরও পড়ুন- TMC-র দুই গোষ্ঠীর তাণ্ডব! সাংসদ শতাব্দীর সামনেই কিল–চড়–লাথি, শোরগোল সিউড়িতে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, টাকা লেনদেন নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘাত হয়েছিল। তবে রবিউলের আঘাত গুলির নাকি ধারালো অস্ত্রের—তা এখনও পরিষ্কার নয়। চিকিৎসকেরা তাঁর শরীরে গুলির অস্তিত্ব পাননি বলেই সূত্রের দাবি। আরও পড়ুন- Patharpratima: পাথরপ্রতিমায় দুষ্কৃতীদের নরকযজ্ঞ! পরপর বাড়ি-দোকানে আগুন-ভাঙচুর, পুড়ে খাক বিডিও-র গাড়ি এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ। দু’জনের জন্য পুলিশি হেফাজতের আবেদন করা হয় এবং বিচারক তাঁদের পুলিশ হেফাজতে পাঠান। এলাকায় উত্তেজনা থাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।
Aadhar app |আসছে নতুন আধার অ্যাপ, কী সুবিধে রয়েছে এতে? জানুন বিস্তারিত
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এবার থেকে আধার কার্ড সারাক্ষণ বয়ে বেরাতে হবে না। সঙ্গে রাখতে হবে না কোনও জেরক্স কপিও। কারণ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই(UIDAI) নতুন আধার অ্যাপ(Aadhar app) লঞ্চ করেছে। অ্যাপটি আপনার মোবাইল ফোনে সুরক্ষিত রাখবে। নতুন আধার অ্যাপের মাধ্যমে এখন কিউআর কোডের তথ্য শেয়ার করা যাবে। এমনকি আপনি তথ্য গোপনও […] The post Aadhar app | আসছে নতুন আধার অ্যাপ, কী সুবিধে রয়েছে এতে? জানুন বিস্তারিত appeared first on Uttarbanga Sambad .
Delhi Student |‘যত ইচ্ছে কাঁদো’, বলেছিলেন শিক্ষকেরা! দিল্লিতে আত্মঘাতী পড়ুয়া
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তরুণ ছাত্রের(Delhi Student) আত্মহত্যার ঘটনায় কাঠগড়ায় দিল্লির একটি বেসরকারী স্কুল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ রাজেন্দ্র প্লেস মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে। তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। যেখানে সে জানিয়েছে, স্কুল শিক্ষকেরা তাকে প্রায়ই নানা কারণে বকাঝকা করতেন। এর ফলেই সে মানসিক অবসাদে ভুগছিল। […] The post Delhi Student | ‘যত ইচ্ছে কাঁদো’, বলেছিলেন শিক্ষকেরা! দিল্লিতে আত্মঘাতী পড়ুয়া appeared first on Uttarbanga Sambad .
Suvendu Adhikari: ‘অবৈধ ভোটারদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা’, এবার কমিশনে পাল্টা চিঠি শুভেন্দুর
Suvendu Adhikari: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে বিরোধী দলনেতার বক্তব্য, মমতার চিঠি আদতে নির্বাচন কমিশনের উপর মানুষের যে আস্থা, তাতে আঘাত হানছে। সঙ্গে শুভেন্দু এও উল্লেখ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে বিএলও দের হুমকি দিয়েছেন।
Barasat murder: মসজিদের মাইক থেকে গুজব! বারাসতে সম্পত্তির বিবাদেই ভাইপোকেই খুন, এনজার নবীর যাবজ্জীবন
বারাসাতে ছেলে ধরার গুজব ঘিরে অশান্তির আবহ তৈরি হয়েছিল কয়েক মাস আগেই। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিশু চুরি নিয়ে। সেই গুজবে উত্তেজিত জনতা নিরীহ মানুষকে মারধর পর্যন্ত করেছিল। কিন্তু তদন্তের শেষে উঠে আসে এক রোমহর্ষক সত্য—এই গুজবের উৎসই ছিল প্রকৃত খুনি এনজার নবী। পুলিশ সূত্রে জানা যায়, এনজার নবী নিজের ১১ বছরের ভাইপো ফারদিন শেখকে নৃশংসভাবে খুন করে। এরপর অপরাধ লুকোতে ৯ জুন বারাসাতের কাজীপাড়া এলাকার এক মসজিদ থেকে মাইকে ঘোষণা করে যে এলাকা থেকে শিশু চুরির পিছনে রয়েছে ছেলে ধরা চক্র। তার এই মিথ্যা ঘোষণাতেই উত্তেজনা ছড়ায় সমগ্র এলাকায়। ২০২৪ সালের ১৩ জুন কাজীপাড়ার একটি শৌচালয় থেকে উদ্ধার হয় ফারদিনের পচাগলা দেহ। ঘটনার ভয়াবহতা দেখে তদন্তে নেমে পুলিশ দ্রুতই সন্দেহভাজন হিসেবে এনজারের দিকেই নজর দেয়। জেরার মুখে শেষমেশ ফেঁসে যায় এনজারই। জানা যায়, পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে ফারদিনকে খুন করেছিল সে। আরও পড়ুন- SIR-এর ভয়ে কাঁটা! সীমান্তে উদ্বেগ, কান্না আর অপেক্ষা, বাংলাদেশে ফিরতে হুড়োহুড়ি! ১৯ জুন বারাসাত পুলিশ এনজারকে গ্রেফতার করে। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর অবশেষে রায় ঘোষণা করেন বিচারক প্রজ্ঞা গার্গী ভট্টাচার্য হোসেন। এনজার নবীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, অপহরণ ও প্রমাণ লোপাটের দায়ে আরও সাত বছরের কারাদণ্ড এবং মোট ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury:“দিদিই প্রথম বুঝেছিলেন অনুপ্রবেশের বিপদ”, অধীরের মন্তব্যে তোলপাড়! এই ঘটনায় গুজবের জেরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছিল। উত্তেজিত জনতার আক্রমণের মুখে পড়েছিল পুলিশও। অবশেষে আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো, কঠোর শাস্তি পেল প্রকৃত অপরাধী।
‘অসমকে বিচ্ছিন্ন করে দাও…’শারজিলের জামিন আর্জি খারিজ করতে আদালতে ভিডিও দেখাল পুলিশ
UAPA ধারায় গ্রেপ্তার হন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শারজিল ইমামকে।
নাশকতা এড়াতে এবার AI সুরক্ষা, দিল্লি বিস্ফোরণের পর সিদ্ধান্ত কলকাতা মেট্রোর
সন্দেহজনক ব্যক্তি, গাড়িকে চিহ্নিত করবে AI-এর ক্যামেরা।
রেলে ৪ হাজারের বেশি শূন্যপদে অ্যাপ্রেন্টিসের সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি
শেষ তারিখ কবে?
Malda |স্বর্ণপদক জয়ের পর চাকরি নয় কেন, প্রশ্ন, নাইমার পাশে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক
আজাদ, মানিকচক: এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জয়ের পর স্থায়ী চাকরির দাবি উঠেছিল। জ্যাভলিন থ্রো-এ বাইশটি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছিলেন প্রান্তিক এলাকার মেয়ে নাইমা খাতুন। কেন নাইমার জন্য এখনও পর্যন্ত রাজ্য বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে স্থায়ী চাকরির ঘোষণা করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা। দলীয় কর্মসূচিতে যোগ দিতে বুধবার তিনি […] The post Malda | স্বর্ণপদক জয়ের পর চাকরি নয় কেন, প্রশ্ন, নাইমার পাশে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক appeared first on Uttarbanga Sambad .
SIR: এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে রাস্তায় লুটিয়ে পড়েছিলেন বিএলও! দায়িত্ব থেকে অব্যাহতি কমিশনের
ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) চলাকালীন ফের অসুস্থ হলেন এক বিএলও। কোন্নগরের অঙ্গনওয়াড়ি কর্মী ও বিএলও তপতী বিশ্বাস এসআইআর অ্যানুমারেশন ফর্ম বিলি করতে গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঘটনার পরেই নির্বাচন কমিশন তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জোরকদমে চলছে এসআইআর-এর কাজ। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও সংগ্রহ করতে গিয়ে ইতিমধ্যেই অতিরিক্ত কাজের চাপে অসুস্থতা ও মৃত্যুর একাধিক ঘটনা সামনে এসেছে। বিএলওদের একাংশ অভিযোগ করছেন, কাজের পরিমাণ ও চাপ এতটাই বেশি যে মানসিক ও শারীরিকভাবে তাঁরা ভেঙে পড়ছেন। আরও পড়ুন- TMC-র দুই গোষ্ঠীর তাণ্ডব! সাংসদ শতাব্দীর সামনেই কিল–চড়–লাথি, শোরগোল সিউড়িতে তপতী বিশ্বাস বুধবার সকালে বাড়ি থেকে ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন। হঠাৎ রাস্তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে কোন্নগর পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের বক্তব্য, তাঁর শরীরের বাম দিক অবশ হয়ে গেছে এবং এটি সেরিব্রাল অ্যাটাক। আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের তপতীর স্বামী অভিযোগ করেছেন, এসআইআর-এর অত্যধিক কাজের চাপে স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কীভাবে এত কাজ সামলাবেন, তা নিয়েই দুশ্চিন্তায় ছিলেন। এদিকে তপতীর অসুস্থতার খবর নির্বাচকমন্ডলীর কাছে পৌঁছতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তাঁকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি হাসপাতালের অবস্থার খোঁজও নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তপতী দেবীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। আরও পড়ুন- Patharpratima: পাথরপ্রতিমায় দুষ্কৃতীদের নরকযজ্ঞ! পরপর বাড়ি-দোকানে আগুন-ভাঙচুর, পুড়ে খাক বিডিও-র গাড়ি
বিয়ের কার্ড ছাপাচ্ছেন? আমন্ত্রণপত্রে এই ভুল একেবারেই নয়, জানুন শাস্ত্রের নিয়ম
বাস্তুশাস্ত্র মতে, সামান্য রকমফেরে খারাপ প্রভাব পড়তে পারে নবদম্পতির জীবনে।
CV Ananda Bose on Presidential Reference Case: রাষ্ট্রপতি কিংবা রাজ্য়পাল কতদিন একটি বিল আটকে রাখতে পারেন? এই নিয়ে বেশ কয়েক মাস যাবৎ শুনানি চলছিল দেশের শীর্ষ আদালতে। বৃহস্পতিবার সেই মামলায় পূর্বতন নির্দেশকে খারিজ করেছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। রাষ্ট্রপতি কিংবা রাজ্যপালকে কোনও বিলে সম্মতি বা যে কোনও রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া যাবে না বলেই মত প্রধান বিচারপতি বিআর গবাই নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের।
Winter style |স্কার্ফ-শাল সোয়েটার সেকেলে? এসব ব্যবহারেই ভিড়ের মাঝে হয়ে উঠুন আলাদা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শীত প্রায় পরেই গেছে। কমছে তাপমাত্রা। এবার পালা আলমারি থেকে শীতপোশাক নামানোর। শীতে জবুথবু হওয়ার ভয়ে ফ্যাশন জলাঞ্জলি দিলে তো চলবে না। বরং কীভাবে শীতপোশাকে(Winter style) হয়ে উঠবেন ভিড়ের মাঝে আলাদা, তা ভাবার সময় এসেছে। জেনে নিন হাঁটু পর্যন্ত ঝুলের কোটও শীতে মন্দ লাগবে না। তবে একটু বেশি ঠান্ডা পরলে এই […] The post Winter style | স্কার্ফ-শাল সোয়েটার সেকেলে? এসব ব্যবহারেই ভিড়ের মাঝে হয়ে উঠুন আলাদা appeared first on Uttarbanga Sambad .
কাটিয়েছেন ট্রফিখরা, সন্তোষ ট্রফিতে কোচের দায়িত্বে ফের বাংলার ভরসা সঞ্জয় সেনই
বৃহস্পতিবার আইএফএ কোচেস কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
University of Gour Banga |দ্বিতীয় সিমেস্টারে কমল ভর্তির ফি
কল্লোল মজুমদার, মালদা: উপাচার্য হিসেবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (University of Gour Banga) দায়িত্ব নেওয়ার একদিনের মাথায় দ্বিতীয় সিমেস্টারে ভর্তির ফি কমিয়ে দিলেন আশিস ভট্টাচার্য। তাঁর এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা। প্রায় ৬ মাস ধরে চলতে থাকা পড়ুয়া আন্দোলনের পরিসমাপ্তি ঘটল। প্রসঙ্গত, চলতি বছর জুন মাসের ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত স্নাতকোত্তরের দ্বিতীয় সিমেস্টারের ছাত্রছাত্রীদের ভর্তির বিজ্ঞপ্তি জারি […] The post University of Gour Banga | দ্বিতীয় সিমেস্টারে কমল ভর্তির ফি appeared first on Uttarbanga Sambad .
‘মুসলিমদের ঘৃণা করেন, তবে ধনকুবের হলে আলাদা…’ট্রাম্পকে খোঁচা মার্কিন সেনেটরের
সৌদি আরবের যুবরাজের মার্কিন সফর নিয়েই কটাক্ষ বর্ষীয়ান কূটনীতিকের।
Balurghat |কিউরেটারহীন মিউজিয়াম, সংস্কার শুরু শতাব্দী প্রাচীন ভবনের
পঙ্কজ মহন্ত, বালুরঘাট: বালুরঘাটের (Balurghat) হৃদয়ে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ আমলের প্রাচীন কারাগারটি বহু বছর আগেই বদলে গিয়েছিল জেলা মিউজিয়ামে। ১৯১০ সালে স্থাপিত এই ঐতিহাসিক ভবনটির রূপান্তর হয় ২০০৪ সালে। সেই থেকে জেলার ইতিহাসের সাক্ষ্যবহনকারী অসংখ্য প্রত্নসামগ্রীর ঠিকানা হয়ে উঠেছে মিউজিয়ামটি। তবে আজ পর্যন্ত এই মিউজিয়ামে (Museum) কোনও কিউরেটর নেই। সংগ্রহশালার বিপুল সম্পদ সামলানোর জন্য কর্মীসংকট […] The post Balurghat | কিউরেটারহীন মিউজিয়াম, সংস্কার শুরু শতাব্দী প্রাচীন ভবনের appeared first on Uttarbanga Sambad .
TMC: ‘আইপ্যাককে গাছে বেঁধে পেটান’, ভোটের মুখে TMC নেতার পোস্ট ঘিরে তরজা
Tamluk TMC Leader: সম্প্রতি তমলুক পুরসভার তৃণমূলের চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় দলীয় নির্দেশে পদত্যাগ করেছেন। দলীয় নির্দেশে তমলুক পুরসভার অস্থায়ী দায়িত্বভার গ্রহণ করেছেন চঞ্চল খাড়া। নাম ঘোষণা হওয়ার পরেই চঞ্চল খাড়ার বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন দলেরই একাংশ।
Bengal Football Team: সন্তোষ ট্রফিতে চেতলার চাণক্যতেই ভরসা রাখল আইএফএ
এবছর সরাসরি সন্তোষের মূলপর্বে খেলবে বাংলা। টুর্নামেন্ট কোথায় আয়োজিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। শীঘ্রই অনুশীলন শুরু করবে বাংলা দল। প্রাথমিক ভাবে ফুটবলারদের ট্রায়ালে ডাকবেন সঞ্জয় সেন। তারপরই বেছে নেবেন চূড়ান্ত দল। শুক্রবারই তিনি আইএফএ-কে জানিয়ে দেবেন ট্রায়ালের দিনক্ষণ।
সাবধান! শীতে ত্বকের যত্ন নিতে গিয়ে এই ভুলগুলো করছেন না তো?
শীতকালে ত্বককে ময়েশ্চারাইজড করতে সিরামাইড, কলয়েডাল ওটমিল ও জোজোবা তেল দিয়ে তৈরি ময়েশ্চারাইজার ব্যবহা করতে পারেন। এই সময় ত্বককে শুষ্কভাব থেকে মুক্তি দিতে দিনে একাধিকবার ময়েশ্চারাইার ব্যবহার করতে পারেন। হায়ালুরোনিক অ্যাসিড, ইউরিয়া এবং ল্যাকটিক অ্যাসিড-ভিত্তিক ময়েশ্চারাইজারগুলি হাইড্রেশনের জন্য নিয়মিত ময়েশ্চারাইজারের সঙ্গে যোগ করতে পারেন।
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও ফেব্রুয়ারির ভোট হবে ইউনুসের অধীনেই, কেন?
বৃহস্পতিবার বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে।
স্বপনকুমার চক্রবর্তী, হবিবপুর: ‘খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন’—বাঙালির মন সহজে বাঁধা পড়ে যেসব খাবারে, খেজুর গুড় বা খেজুরের রস তার মধ্যে প্রথম সারিতে। শীতের সকালে পাটালি গুড়ের গন্ধ, পিঠে-পায়েসের মিষ্টি স্বাদ, সবই যেন এক অনন্য আনন্দ। কিন্তু এবছর সেই রসনা তৃপ্তিতে পড়ছে ছেদ। এখনও পর্যন্ত দেখা মেলেনি খেজুর রসের। চিন্তায় পড়েছেন খেজুর গাছ থেকে রস […] The post শীতের দেরিতে চিন্তায় শিউলিরা appeared first on Uttarbanga Sambad .
‘বারাণসী’র মন্দাকিনী প্রিয়াঙ্কার মতো কোমরবন্ধ ফ্যাশনে ইন, বিয়ের সাজে কোনটি বেছে নেবেন?
কোমরবন্ধ নির্বাচনে ভুল হলেই সাজ মাটি!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেতা আহাণ পাণ্ডে (Ahaan Panday) এবং অভিনেত্রী অনীত পাড্ডার (Aneet Padda) প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। তাঁদের প্রথম হিট প্রোজেক্ট ‘সাইয়ারা’-র অন-স্ক্রিন রসায়ন এতটাই জোরালো ছিল যে, দর্শকরা অনুমান করছিলেন, পর্দার প্রেম গড়িয়েছে বাস্তব জীবনেও। কিন্তু এবার সেই জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং আহাণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে আহাণ স্পষ্ট করে দিয়েছেন যে, […] The post Ahaan Panday | ‘সাইয়ারা’-র প্রেম ভেঙে ‘বেস্ট ফ্রেন্ড’ তকমা! সম্পর্ক নিয়ে জল্পনার অবসান ঘটালেন আহাণ পাণ্ডে appeared first on Uttarbanga Sambad .
Raiganj |কবে চালু কর্মতীর্থ, জানে না কেউ
দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় বছর চারেক আগে কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে কর্মতীর্থ। সংখ্যালঘু দপ্তরের বরাদ্দ করা অর্থে রায়গঞ্জের (Raiganj) বাহিন অঞ্চলের বাহিন হাইস্কুল সংলগ্ন এলাকায় এই প্রকল্পটি তৈরি হয়েছে। এলাকার বেশ কিছু মানুষ সেখানে ঘর ভাড়া নিলেও এখনও সেটি চালু হয়নি। ফলে ধীরে ধীরে বেহাল হয়ে পড়ছে সেটি। কবে কর্মতীর্থটি চালু […] The post Raiganj | কবে চালু কর্মতীর্থ, জানে না কেউ appeared first on Uttarbanga Sambad .
Murshidabad News: SIR ফর্ম ফিলআপের চাপে হৃদরোগ! পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা পরিবার
Naoda worker death: বাংলা-জুড়ে SIR আতঙ্কে মৃত্যুর খবর বাড়ছে। এবার মুর্শিদাবাদের নওদায় আরও এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল। শ্যামনগর এলাকার ৪৭ বছর বয়সি শেরফুল হক শেখ SIR সংশ্লিষ্ট মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি পরিবারের। পরিবারের সূত্রে জানা গেছে, চার মাস আগে শেরফুল কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরু গিয়েছিলেন। খুব শিগগিরই বাড়ি ফেরার কথা থাকলেও, শেষ পর্যন্ত তিনি ফিরলেন মৃতদেহ হয়ে। আরও পড়ুন- TMC-র দুই গোষ্ঠীর তাণ্ডব! সাংসদ শতাব্দীর সামনেই কিল–চড়–লাথি, শোরগোল সিউড়িতে বুধবার সকালে গ্রামের বাড়িতে SIR ফর্ম ফিল–আপ চলছিল। সেই সময় নিজের নামের সমস্যা এবং নথি সঠিক থাকবে কি না—এ নিয়ে প্রবল উদ্বেগে পড়েন শেরফুল। পরিবারের দাবি, SIR–এর ভয় এবং দুশ্চিন্তার কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের বালি–২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সানারুল হক মণ্ডলের কথায়,“SIR আতঙ্কে শেরফুলের মৃত্যু হয়েছে। গ্রামে ভয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে।”এই নিয়েই নওদায় SIR আতঙ্কে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুই–এ। শ্যামনগর এলাকায় নেমেছে শোকের ছায়া। আরও পড়ুন- Patharpratima: পাথরপ্রতিমায় দুষ্কৃতীদের নরকযজ্ঞ! পরপর বাড়ি-দোকানে আগুন-ভাঙচুর, পুড়ে খাক বিডিও-র গাড়ি
Cauliflower recipe |আলু-ফুলকপির তরকারি একঘেয়ে লাগে? বানিয়ে নিন নিরামিষ রেজালা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শীতের বাজার হয় বেশ রঙিন। নানান রকম সব্জি ভিড় করে থাকে। তবে এই মরশুমে বাড়িতে ফুলকপি আসবেই। আলু-ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল, আলু-ফুলকপির ডালনা, ফুলকপি ভাজা— পদ কিছু কম নেই। তবে এই সব তো প্রায়ই খাওয়া হয়। মাঝেমধ্যে স্বাদ বদল করতে হলে খোঁজ পড়ে নেতুন রেসিপির(Cauliflower recipe)। এখনও না খেলে, একবার […] The post Cauliflower recipe | আলু-ফুলকপির তরকারি একঘেয়ে লাগে? বানিয়ে নিন নিরামিষ রেজালা appeared first on Uttarbanga Sambad .
Malda |পঞ্চায়েত ভবন গেরুয়া, রং নিয়ে প্রশ্ন তুলে হরিশ্চন্দ্রপুরে সরব তৃণমূল
সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: রং-রাজনীতি এবার মালদায় (Malda)। সরকারি টাকায় কেন পঞ্চায়েত ভবনের ভিতরে গেরুয়া রং করা হবে, প্রশ্ন তুলল রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল। এই অভিযোগ তোলার পাশাপাশি গেরুয়া রং মুছে নীল-সাদা করার দাবিও তোলা হয়েছে তৃণমূলের (TMC) তরফে। যদিও গ্রাম পঞ্চায়েতটির ক্ষমতাসীন ‘মহাজোট’ তৃণমূলের অভিযোগ ও দাবিকে আমল দিতে নারাজ। বরং রং রাজনীতির অভিযোগ তুলে গেরুয়াতে […] The post Malda | পঞ্চায়েত ভবন গেরুয়া, রং নিয়ে প্রশ্ন তুলে হরিশ্চন্দ্রপুরে সরব তৃণমূল appeared first on Uttarbanga Sambad .
৬০ কোটি জালিয়াতির পাপস্খলন করতেই বৃন্দাবন পদযাত্রায় শিল্পা! স্ত্রীর অপমানে গর্জন রাজ কুন্দ্রার
কী বললেন রাজ কুন্দ্রা?
যাত্রীদের জন্য সুখবর! এবার শনিবারও মিলবে জোকা-মাঝেরহাট মেট্রো
শনিবারে বাড়তি মেট্রো চলবে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত।
Family Man Season 3: চার বছর পর ফিরছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’, শ্রীকান্তের নতুন মিশনে চরম উত্তেজনা
The Family Man Season 3: চার বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফিরতে চলেছে অ্যামাজন প্রাইম ভিডিওর অন্যতম জনপ্রিয় স্পাই-থ্রিলার সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’। আগামীকাল, ২১ নভেম্বর থেকে স্ট্রিমিং শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত সিজন ৩-র, যেখানে মনোজ বাজপেয়ী আবারও দেখা দেবেন দেশের নিরাপত্তা রক্ষায় লড়াই করা, কিন্তু একইসঙ্গে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে জর্জরিত শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায়। নতুন সিজনের সূচনা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, যা শ্রীকান্তকে টেনে নিয়ে যায় এক ব্যক্তিগত মিশনে। ধীরে ধীরে সামনে আসে এমন এক বৃহৎ চক্রের জাল, যার লক্ষ্য ভারতকে বিপজ্জনকভাবে যুদ্ধের দোরগোড়ায় ঠেলে দেওয়া। ট্রেলার প্রকাশের পর থেকেই, সিরিজটি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে কতগুলি পর্ব থাকছে তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে নিশ্চিত হয়েছে, সিজন ৩–এ মোট ৭টি পর্ব, প্রতিটি প্রায় ৪০–৫০ মিনিট দৈর্ঘ্যের। আজ রাত ১২টা থেকে সব পর্ব স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ হবে। The Academy of Fine Arts: 'নির্দ্বিধায় গালাগালি করুন', ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বে ইতি! মুক্তি পাচ্ছে দ্যা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস? পরিচালনায় রয়েছেন রাজ ও ডিকে, যাদের সঙ্গে এ বার যোগ দিয়েছেন সুমন কুমার ও তুষার সেথ। কাস্টেও এসেছে গুরুত্বপূর্ণ সংযোজন। জয়দীপ আহলাওয়াত এ বার মূল প্রতিপক্ষের চরিত্রে নজর কাড়বেন। নিমরত কৌরও একটি কেন্দ্রীয় ভূমিকায়। পুরনো প্রিয় মুখগুলির মধ্যে থাকছেন প্রিয়মণি, শারিব হাশমি, অশ্বেশা ঠাকুর, বেদান্ত সিনহা এবং শ্রেয়া ধন্বন্তরী। রাজ নিদিমোরু, কৃষ্ণা ডিকে এবং অ্যামাজন স্টুডিওর প্রযোজনায় তৈরি নতুন সিজনটি বছরের শেষ দিকে প্রাইম ভিডিওর সবচেয়ে বড় রিলিজগুলোর মধ্যে একটি। টাটকা-তাজা হুমকি, নতুন চরিত্র এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর টানটান উত্তেজনা- সব মিলিয়ে সিজন ৩ শুরু হওয়ার আগেই দর্শকদের প্রত্যাশা চরমে পৌঁছেছে।
Ice Cream in Winter: শীতে আইসক্রিম খান? এই অভ্যাস স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর? বিশেষজ্ঞরা বলছেন…
অনেকেই মনে করেন, ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা খাবার খেলে সর্দি-কাশি বাড়ে। এই ধারণা কি সত্যি? শীতকালে আইসক্রিম খাওয়া কি স্বাস্থ্যের জন্য সত্যিই ক্ষতিকর, নাকি এটি শুধুই একটি প্রচলিত ধারণা? চলুন, জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা এই বিষয়ে কী বলছেন।
SIR-এর ভয়ে কাঁটা! সীমান্তে উদ্বেগ, কান্না আর অপেক্ষা, বাংলাদেশে ফিরতে হুড়োহুড়ি!
Special Intensive Revision panic: উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তচৌকি। বাংলাদেশে যাওয়ার রাস্তাজুড়ে বসে আছে ঝুড়ি, ব্যাগ, কম্বল আর বাক্স–প্যাঁটরা নিয়ে শত শত মানুষ। নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ—সবাই একই আতঙ্কে অপেক্ষা করছেন সীমান্ত পার হওয়ার জন্য। একটি গাছের আড়ালে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসে আছেন আব্দুল মোমিন। পাঁচ বছর আগে সাতক্ষীরা থেকে দালালের মাধ্যমে ভারতে আসেন। মোমিন বলেন,“এসআইআর শুরুর পর থেকেই ভয় পাচ্ছিলাম। শুনেছি বিএসএফ এখন দেশে ফিরতে দিচ্ছে। তাই ব্যাগ গুছিয়ে চলে এসেছি।” হাওড়ার ডোমজুড়ে ছিলেন তিনি। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সকালেই পৌঁছেছেন সীমান্তে। কখন ফিরতে পারবেন, সে বিষয়ে তাঁর অনিশ্চয়তা স্পষ্ট। আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury:“দিদিই প্রথম বুঝেছিলেন অনুপ্রবেশের বিপদ”, অধীরের মন্তব্যে তোলপাড়! অন্যদিকে টারপোলিনের নিচে বসে উদ্বিগ্ন স্বপনা বিবি। সঙ্গে চার বছরের নাতি। প্রায় ১০ বছর আগে স্বামী-সন্তানদের সঙ্গে বাংলাদেশ থেকে এসেছিলেন। তিনি বলেন, “শুনেছি এনআরসি করছে। তাই নিউ টাউনের বাড়ি ছেড়ে ফিরে যাচ্ছি।”স্বপ্না মাসে ১৫ হাজার টাকা আয় করতেন। তাঁর স্বামীর ভারতীয় ভোটার কার্ড থাকলেও তাঁর নেই—এটাই তাঁর আতঙ্কের মূল কারণ। স্থানীয়রা জানান, গত এক সপ্তাহে ৪০০-র বেশি মানুষ হাকিমপুর সীমান্তে এসে জড়ো হয়েছেন। কলকাতা, হাওড়া ও আশপাশের এলাকা থেকে আসা এই মানুষদের বেশিরভাগেরই শিকড় বাংলাদেশে সাতক্ষীরায়। আরও পড়ুন- TMC-র দুই গোষ্ঠীর তাণ্ডব! সাংসদ শতাব্দীর সামনেই কিল–চড়–লাথি, শোরগোল সিউড়িতে একজন পরিচয় গোপন রাখা ব্যক্তি বলেন, “আমাদের কাছে ভোটার কার্ড আছে। কিন্তু ঝুঁকি নিতে পারব না। সবাই বলছে এসআইআরে ধরা পড়তে পারি।”অনেক মহিলা মুখ ঢেকে রেখেছেন। কারও কারও কাছে কিছু ভারতীয় নথিপত্র আছে বলেও স্বীকার করেছেন, তবে আতঙ্ক কাটছে না। সীমান্তে কড়া নজরদারিতে যানবাহন তল্লাশি চালাচ্ছে বিএসএফ। স্থানীয় অধিবাসীরা জানান, গত কয়েক দিনে আগমন বেড়েছে কয়েকগুণ। নারী-শিশুদের কথা ভেবে তাঁরা অস্থায়ী ছাউনি, খাবার ও পানীয়ের বন্দোবস্ত করেছেন। বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের পর পর্যায়ক্রমে তাঁদের বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় পরিবহণ ব্যবসায়ী রাজকুমার ঘোষ। বিএসএফ সূত্র জানায়,“এসআইআর শুরুর আগে প্রতিদিন দু’-এক ডজন মানুষ ফিরতে চাইত। এখন সংখ্যাটা বেড়ে ১৫০–২০০-তে পৌঁছেছে।” তাদের ভাষায়, এটি একপ্রকার “রিভার্স এক্সোডাস”। আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএসএফ জানিয়েছে, প্রত্যেকের বায়োমেট্রিক যাচাই করা হচ্ছে। অপরাধ বা জঙ্গি-যোগের সামান্য সন্দেহ দেখা দিলে তাঁদের রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। তবে অধিকাংশই কোনও বৈধ ভারতীয় নথি ছাড়া বহু বছর ধরে এ দেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক।
Hili |শান্তির বার্তা হিলির কালীপুজোয়
বিধান ঘোষ, হিলি: সীমান্তের গা ঘেঁষে জমে উঠেছে রোশনাই। বিকেল থেকে নেমে পড়েছে পুণ্যার্থীর ঢল। ঢাকের বোলে মাতোয়ারা গোটা মন্দির চত্বর। তবে তারমধ্যেও নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি জারি রেখেছেন সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ান থেকে শুরু করে জেলার পুলিশকর্মীরা। হিলি (Hili)-র ঐতিহ্যবাহী চোদ্দোহাত কালীপুজোয় (Kali Puja) উৎসবমুখর হয়ে উঠেছেন মানুষজন। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে […] The post Hili | শান্তির বার্তা হিলির কালীপুজোয় appeared first on Uttarbanga Sambad .
রক্তে লেখা ভালোবাসার চিঠি…নাবালিকা প্রেমিকার পরিবারে ‘অপমানিত’হয়ে চরম সিদ্ধান্ত যুবকের!
সাগরের বঙ্কিমনগরের ঘটনায় প্রেমিকার পরিবারকে দায়ী করেছে নিহতের পরিবার।
Balurghat |শ্মশান আছে, নেই যাওয়ার রাস্তা
অসীম বর্মন, বালুরঘাট: শ্মশান আছে, কিন্তু শ্মশানে যাওয়ার রাস্তা নেই। এমনই হাল বালুরঘাটের (Balurghat) চিঙ্গিসপুর অঞ্চলের শিয়ালা গ্রামের শ্মশানে (Crematorium)। পাশের কৃষিজমির আলপথই শ্মশানে যাওয়ার একমাত্র রাস্তা। আর অন্যদিকে রয়েছে ঘাগড়াবাড়ি নদী। স্বাভাবিকভাবেই বর্ষাকালে সমস্যা কয়েক মাত্রা বেড়ে যায়। ফলে স্বজনহারা বহু গ্রামবাসীরই মৃতদের শেষকৃত্য করতে রাস্তা নিয়ে সমস্যায় পড়তে হয়। স্থানীয়দের দাবি, শিয়ালার ওই […] The post Balurghat | শ্মশান আছে, নেই যাওয়ার রাস্তা appeared first on Uttarbanga Sambad .
মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে কলকাতায় গা ঢাকা, পুলিশের স্ক্যানারে একের পর এক আফগান
কী উদ্দেশে ভারতে লুকিয়ে আশ্রয়, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বোনকে সঙ্গে নিয়ে স্কুটারে ‘অ্যাডভেঞ্চার’! ৮৭-র ‘কিশোরী’কে দেখে উচ্ছ্বসিত নেটপাড়া
'বাইকার দাদিজ' জানালেন মনের কথা।
Soup Recipe: ডায়েটও থাকবে ঠিক, জিভও হবে খুশি! শীতে বানান এই ৩ ভেজিটেবল স্যুপ
শীতের সন্ধ্যা বা ঠান্ডা সকালে গরম স্যুপের চেয়ে আরামদায়ক আর কিছুই হতে পারে না। এই সময় শরীরকে ভেতর থেকে গরম রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুব জরুরি। আর স্যুপ (Soup) হল সেই নিখুঁত খাবার, যা আপনাকে স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে দারুণ ভারসাম্য রাখতে সাহায্য করে।
Odisha |হার্ট অ্যাটাক উপেক্ষা করে নিরাপদে বাস থামালেন! যাত্রীদের প্রাণ বাঁচিয়ে মৃত্যু চালকের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিজের বুকে তীব্র ব্যথা অনুভব করেও শেষ মুহূর্তে কর্তব্য থেকে একচুলও নড়লেন না বাসের চালক। হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়া সত্ত্বেও জীবনের শেষ শক্তি দিয়ে বাসটিকে নিরাপদে থামিয়ে দিলেন তিনি, যার ফলে রক্ষা পেলেন বাসে থাকা ৩০ জনেরও বেশি যাত্রী। তবে, চরম সাহসিকতা দেখিয়ে যাত্রীদের প্রাণ বাঁচালেও নিজের জীবন বাঁচাতে পারলেন না […] The post Odisha | হার্ট অ্যাটাক উপেক্ষা করে নিরাপদে বাস থামালেন! যাত্রীদের প্রাণ বাঁচিয়ে মৃত্যু চালকের appeared first on Uttarbanga Sambad .
Mamata Banerjee viral comment: টেলিভিশন সিরিয়ালের গল্প বলার ধরন নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত টেলি অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ থেকে সিরিয়াল নির্মাতাদের উদ্দেশে সরাসরি বার্তা দিলেন তিনি। ছোট পর্দার তারকাদের সম্মানিত করার পাশাপাশি সিরিয়াল নির্মাণে সামাজিক দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, “টেলিভিশন দুনিয়ার সবচেয়ে বড় দিক হল মানবিক ও সামাজিক চেতনা বাড়ানো। ইতিহাস আজ অনেক সময় নতুন প্রজন্মের কাছে ঠিকভাবে পৌঁছচ্ছে না। সিরিয়ালের মাধ্যমে সমাজচেতনাও জাগ্রত করতে হবে।” আরও পড়ুন- TMC-র দুই গোষ্ঠীর তাণ্ডব! সাংসদ শতাব্দীর সামনেই কিল–চড়–লাথি, শোরগোল সিউড়িতে এরপরেই তিনি বাংলার সিরিয়ালগুলির গল্পের ধরণ নিয়ে রসিক ভঙ্গিতে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর ভাষায়, “আমি নিজেও সিরিয়াল দেখি। এর পরের অংশে কী দেখাবে তাও বলে দিতে পারি। গল্প বাড়াতে গিয়ে কখনো কাউকে মেরে দেয়, কখনো একটু কুটকাচালি হয়। কেউ নেগেটিভ, কেউ পজিটিভ—সবই ভালো। টিআরপি-ও তো বাড়াতে হবে!” আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের এর আগেও টেলি অ্যাকাডেমির মঞ্চ থেকেই সিরিয়ালের অতিনাটকীয়তা নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এদিনও তাঁর বক্তব্য ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে টেলিভিশন মহলে। আরও পড়ুন- Patharpratima: পাথরপ্রতিমায় দুষ্কৃতীদের নরকযজ্ঞ! পরপর বাড়ি-দোকানে আগুন-ভাঙচুর, পুড়ে খাক বিডিও-র গাড়ি
Herbal Hair Oil: এই ঘরোয়া সামান্য জিনিসেই চুল করুন মজবুত আর ঘন!
Herbal Hair Oil: চুলের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার আজকাল রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। বাজারে যত ধরনের কেমিক্যালযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট পাওয়া যায়, তার বেশিরভাগই দীর্ঘমেয়াদে চুলকে দুর্বল করে দিতে পারে। তাই অনেকেই এখন ঘরোয়া ভেষজ তেলের ওপর নির্ভর করছেন, যা চুলকে শুধু শক্তিশালীই করে না, বরং দ্রুত লম্বা ও ঘন হতেও সাহায্য করে। জাফরান এবং জবা ফুল দিয়ে তৈরি হার্বাল হেয়ার অয়েল তেমনই একটি উপকারি সমাধান, যা দীর্ঘদিন ধরেই আয়ুর্বেদের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। জাফরান বা কেশর চুলের গোড়া মজবুত করতে এবং স্ক্যাল্পে বা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে অত্যন্ত কাজের। এটি চুলের স্বাভাবিক বৃদ্ধি বাড়ায় এবং হেয়ার ফলিকলকে পুষ্টি জোগায়। অন্যদিকে জবা ফুল চুলকে নরম, উজ্জ্বল এবং ঘন করতে সাহায্য করে। জবার প্রাকৃতিক মিউসিলেজ চুলে কন্ডিশনারের মতো কাজ করে এবং চুলের ভাঙন কমায়। মীরা কাপুরের একটি পুরনো সাক্ষাৎকারেও এই তেলের কথা উঠে এসেছে। যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আরও পড়ুন- বিশ্বের সেরা ৫ খাবারের তালিকায় বাটার চিকেন! বাড়িতেই স্বাস্থ্যকর রেসিপি বানানোর গোপন ট্রিক ফাঁস জবা ফুল দিয়ে তৈরি এই তেল যে কেউ বাড়িতেই বানাতেই পারবেন। প্রথমে দুটি জবা ফুলের পাপড়ি আলাদা করে নিয়ে তার সঙ্গে পাতা যোগ করতে হবে। এরপর এক চা চামচ নারকেল তেল দিয়ে পুরো মিশ্রণটি ভালোভাবে পিষে নিতে হবে। একটি প্যানে তিন চামচ নারকেল তেল গরম করে এই মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হয়। চাইলে মেথি, কারিপাতা, শুকনো আমলকির গুঁড়ো, মরিঙ্গা ফুল বা নিমপাতা যোগ করা যেতে পারে—যেগুলো চুলের জন্য আরও উপকারি। তেল ফুটতে শুরু করলে এবং রং পরিবর্তন হলে চুলা বন্ধ করে ঠান্ডা করতে দিতে হবে। এরপর ভালোভাবে ছেঁকে বায়ুরোধী বোতলে রাখলে কয়েক মাস পর্যন্ত এই তেল ভালো থাকবে। আরও পড়ুন- এই ৬টি ফলে থাকে সবচেয়ে বেশি কীটনাশক, জানলে অবাক হবেন! চুলে লাগানোর জন্য ক্যামোমাইল হেয়ার মাস্কও ব্যবহার করা যেতে পারে। এই মাস্ক তৈরির জন্য জবা ফুল ও পাতা একসঙ্গে পিষে তার সঙ্গে তিন টেবিল চামচ দই ও দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি শুকনো চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে দিলে চুল হবে মসৃণ, উজ্জ্বল এবং শক্তিশালী। চুল ঠান্ডা জলে ধুয়ে ফেললেই তাৎক্ষণিক ফল পাওয়া যাবে। আরও পড়ুন- শীতকালে ফাটা পায়ের গোড়ালি সারাতে ঘরে বসেই করুন এই সহজ রাতের প্রতিকার প্রাকৃতিক উপাদানযুক্ত এই ধরনের হার্বাল হেয়ার অয়েল চুল পড়া কমাতে, নতুন চুল গজাতে এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। দীর্ঘদিন ধরে কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহারের কারণে যাদের চুল রুক্ষ, ফাটা বা দুর্বল হয়ে গেছে, তাদের জন্য এই ঘরোয়া তেল বিশেষ উপকারি হতে পারে। নিয়মিত ব্যবহার করলে চুলের রুক্ষতা কমে, চুল শক্তিশালী হয় এবং শুকনো মাথার ত্বকের সমস্যাও দূর হয়। আরও পড়ুন- এই ৫ বিরল প্রাণী, দেখা মেলে শুধু শীতেই! তবে মনে রাখা দরকার যে প্রতিটি মাথার ত্বকের ধরন আলাদা। কারও যদি মাথার ত্বকে অ্যালার্জি, ফাঙ্গাল ইনফেকশন বা চর্মরোগ থাকে, তাহলে যে কোনও নতুন উপাদান ব্যবহার করার আগে অবশ্যই একজন ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। প্রয়োজনে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো, যাতে কোনও বিরূপ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা না থাকে। মনে রাখা দরকার ওপরের তথ্যটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং এটি কোনও চিকিৎসাগত পরামর্শ নয়। চুল বা ত্বকের সমস্যা নিয়ে কোনও সন্দেহ হলে অবশ্যই বিশেষজ্ঞের কাছে যান।
কাপুরদের নৈশভোজে ব্রাত্য বউমা আলিয়া! পারিবারিক দ্বন্দ্বের গুঞ্জনে মুখ খুললেন রণবীরের তুতোভাই
কাপুর পরিবারের সঙ্গে আলিয়া ভাটের দূরত্ব বেড়েছে! গুঞ্জনে তোলপাড় বিটাউন!
সম্পর্কের টানাপোড়েনের মাঝে গঙ্গায় নেমে নিখোঁজ যুবক, আত্মহত্যা নাকি অন্য কিছু?
পরিবার সূত্রে খবর, ওই যুবক সাঁতার জানতেন না।
Khalilur Rahman in Delhi: এটা কি ভারতকে হুঁশিয়ারি? সম্প্রতি বাংলাদেশের ট্রাইবুনালে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রায়দানের দিনই নয়াদিল্লিকে হাসিনাকে ফেরত পাঠানোর বার্তা দিয়েছে ঢাকা। আর এই আবহে দিল্লিতে এসে খলিলুর রহমানের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।
ইনস্টাগ্রাম নাকি ইউটিউব? জানেন কোন প্ল্যাটফর্মে উপার্জনের সুযোগ বেশি
কোন প্ল্যাটফর্মে আয় তুলনামূলক সহজ?
High Court: জীবিত মেয়ের নামে ‘ডেথ সার্টিফিকেট’ বের করেছেন তৃণমূল নেতা! SIR আবহে আজব অভিযোগ
SIR in Bengal: দক্ষিণ ২৪ পরগনার গোপালগঞ্জের ঘটনা। ওই এলাকার বাসিন্দা শাহদুল লস্কর। ওই এলাকারই এক তৃণমূলকর্মীর নামও শাহদুল লস্কর। মামলাকারী শাহদুলের অভিযোগ, তৃণমূল নেতা শাহদুল তাঁর মেয়ের নামে একটি ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়েছে।
সাজার আগে নিহতের মা-আত্মীয়ের ছবি তুলে হুমকি! হাড়হিম ঘটনা বারাসত আদালতে
কিশোরকে খুনের ঘটনায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তারই জেঠুকে।
এবার রিয়্যালিটি শো-এ রুক্মিণী মৈত্র, কোথায় দেখা যাবে নায়িকাকে?
এই স্পেশাল এপিসোডে রুক্মিণীর সঙ্গে খেলতে দেখা যাবে আরও চার অভিনেত্রীকে—স্নেহা দাস, অনিন্দিতা রায়চৌধুরী, ঋতব্রতা দে এবং সংঘমিত্রা তালুকদার। গান, নাচ আর খুনসুটিতে জমে উঠবে এই পর্বটি। আগামী রবিবার, অর্থাৎ ২৩ নভেম্বর রাত ৮:৩০-এ জি বাংলায় সম্প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান।
Sushmita Sen-SRK: শাহরুখের সঙ্গে প্রথম ছবিতে...! 'লুঙ্গি বেঁধেছ?' পেছনের রহস্য ফাঁস করলেন সুস্মিতা
Sushmita Sen: ১৯৯৪ সালে সুস্মিতা সেন ইতিহাস তৈরি করেন, যখন তিনি ভারতের প্রথম মিস ইউনিভার্স হন। স্বাভাবিকভাবেই, দুই বছর পর মহেশ ভাটের দস্তক ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন। যদিও ছবিটি বড় সাফল্য পায়নি, তবুও তাঁর অভিনয় এবং ব্যক্তিত্ব মানুষের নজর কেড়ে নেয়। ব্যক্তিগত কিছু বাধা এবং নানা সমস্যার কারণে ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে তিনি অভিনয়-জগৎ থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতির পর তাঁর কাছে বড় সুযোগ হয়ে ওঠে ওয়েব সিরিজ আরিয়া, যা সেই সময়ের অন্যতম জনপ্রিয় ও সফল সিরিজে পরিণত হয়। পরে তালি ছবিতে অভিনয় করে তিনি প্রশংসা আদায় করেন। তবুও তাঁর অভিনয়জীবনের সবচেয়ে স্মরণীয় চরিত্র এখনো রয়ে গেছে ফারাহ খানের পরিচালনায় নির্মিত ২০০৪ সালের ব্লকবাস্টার ম্যায় হুঁ না-এর রসায়নের অধ্যাপিকা চাঁদনী। The Academy of Fine Arts: 'নির্দ্বিধায় গালাগালি করুন', ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বে ইতি! মুক্তি পাচ্ছে দ্যা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস? চাঁদনীর চরিত্রে সুস্মিতা সেনকে যে অনিন্দ্যসুন্দর রূপে উপস্থাপন করা হয়েছিল, তা আজও ভক্তদের মনে অমলিন। অভিনেত্রী জানিয়েছেন, যে লাল শাড়িটি ছবিতে তাঁর আইকনিক লুক হয়ে উঠেছিল, সেটি আসলে প্রচণ্ড ঠান্ডা লাগার মতো পাতলা কাপড়ে তৈরি করা ছিল। তার ওপর ফারাহ খানের নির্দেশ ছিল- চাঁদনীর চুল সব পরিস্থিতিতেই উড়বে! তিনি বলেন, চাঁদনী ক্লাসে থাকলেও চুল উড়ছে, কাঁদলেও উড়ছে, এমনকি বৃষ্টিতেও চুল উড়তেই হবে- এটা ছিল বাধ্যতামূলক। প্রথমে পুরো ছবিতে শাড়ি পরে থাকার ধারণায় তিনি রাজি ছিলেন না। তাঁর ইচ্ছে ছিল শাহরুখ খানের সঙ্গে প্রথম ছবিতে একাধিক গ্ল্যামারাস পোশাক পরার। কিন্তু ফারাহ খান স্পষ্ট জানিয়ে দেন- শাড়িই হবে তাঁর একমাত্র লুক। লাল শাড়ি পরার প্রথম দিনই ফারাহ মজা করে বলেন, শাড়ি নাকি লুঙ্গি বেঁধেছ তুমি? এরপর স্টাইলিস্ট গীতা আরও নিচু করে বেঁধে দেন সেই শাড়ি। সুস্মিতা হাসতে হাসতে জানান, তখন সারাক্ষণ তাঁর মনে আসছিল- এটা পড়ে না যায়! Dhuranndhar: কার্গিল থেকে কাশ্মীর, আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধরের' নেপথ্যের আসল গল্প জানেন? অন্যদিকে, ফারাহ খান জানান, ছবির নায়িকা চরিত্রে প্রথমে আয়েশা টাকিয়াকে ভাবা হয়েছিল। শুটিংয়ের মাত্র দুই সপ্তাহ বাকি থাকতে আয়েশা জানিয়ে দেন, তিনি ইমতিয়াজ আলীর আরেকটি ছবির শুটিংয়ে ব্যস্ত, তাই ম্যায় হুঁ না করতে পারবেন না। সেই সিদ্ধান্তের কারণেই শেষমেশ সুস্মিতা সেনকে বেছে নেওয়া হয়- যিনি পরে হয়ে ওঠেন ছবির প্রাণ।
আগামী রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, এবার যানচলাচলে কত ঘণ্টার নিষেধাজ্ঞা?
প্রায় প্রতি রবিবার বিদ্যাসাগর সেতুতে যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তির শিকার হাওড়ার বাসিন্দারা।
Adhir Ranjan Chowdhury:“দিদিই প্রথম বুঝেছিলেন অনুপ্রবেশের বিপদ”, অধীরের মন্তব্যে তোলপাড়!
Adhir Chowdhury-Mamata Banerjee: অনুপ্রবেশ ইস্যুতে আবারও সরব প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবার তিনি শুধু বিজেপিকেই নয়, তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকেও এক হাত নিলেন। পাশাপাশি SIR-এর কাজে অতিরিক্ত চাপের ফলে বিএলও-দের মৃত্যু ও অসুস্থতার ঘটনাও তীব্র সমালোচনা করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। 'অনুপ্রবেশের ‘তত্ত্ব’ দিদির কাছ থেকেই পেয়েছে BJP' অধীর বলেন, “ওপার থেকে লোক আসছে—এটা রাজ্য সরকার জানে। ভোটার বানাতে গিয়ে তৃণমূলের লোকেরাই টাকা নিয়ে ভোটার কার্ড, আধার করে দিচ্ছে।” আরও পড়ুন- Patharpratima: পাথরপ্রতিমায় দুষ্কৃতীদের নরকযজ্ঞ! পরপর বাড়ি-দোকানে আগুন-ভাঙচুর, পুড়ে খাক বিডিও-র গাড়ি তিনি দাবি করেন, অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে আগে সংসদে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।“২০০৫ সালে অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংসদে শাল ছুঁড়ে মেরেছিলেন দিদি। বিজেপি আজ সেই তত্ত্বই ব্যবহার করছে,” মন্তব্য অধীরের। সীমান্ত জুড়ে দালাল চক্র সক্রিয়—অধীরের বিস্ফোরক অভিযোগ আরও পড়ুন- West Bengal News Live Updates: ভয়াবহ অগ্নিকাণ্ড, গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া, তুমুল চাঞ্চল্যে তোলপাড় সীমান্ত এলাকায় দালাল-চক্রের ভূমিকা নিয়েও কংগ্রেস নেতার মন্তব্য, “সুন্দরবন থেকে কোচবিহার—সব জায়গায় দালাল রয়েছে। এটা এখন ব্যবসা। এপার–ওপার দুই দিকের দালালদের মধ্যে গভীর যোগ রয়েছে, দিল্লিতে বসেই চুক্তি হয়।”অধীর প্রশ্ন তুলেছেন,“হাজার হাজার কোটি টাকার পণ্য সীমান্ত পার হচ্ছে কীভাবে? ভোটের বাজার গরম বলেই এখন এত আলোচনা।” আরও পড়ুন- Nitish Kumar: বিশেষ এই 'ফাস্ট ফুডের' জন্য মন উথাল-পাতাল করে নীতীশের, জানেন সেটি কী? SIR-এর কাজে মৃত্যু ও অসুস্থতা: রাজ্যকেই দুষছেন অধীর SIR-এর কাজ করতে গিয়ে একাধিক বিএলও-র মৃত্যু ও অসুস্থতার পর রাজ্য সরকারের ভূমিকাকে sk স্পষ্ট আক্রমণ শানিয়েছেন অধীর রঞ্জন। তিনি বলেন, “SIR-এর মালিকানা রাজ্য সরকারের হাতে। অসুস্থ কর্মীদের কাজ থেকে অব্যাহতি দেওয়া উচিত ছিল। সরকার নিজেই দায় এড়াতে পারবে না। অসুস্থ মানুষকে বিএলও-এর কাজ করতে দিচ্ছে কেন রাজ্য?”
Kaliyaganj |ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে প্রশ্ন বাবার, ছেলে লাঠি ছুড়ে মারায় মৃত্যু প্রৌঢ়ের
কালিয়াগঞ্জ: বাজার থেকে মাছ কিনে বাড়িতে ঢুকে বাবা দেখেন ছোট ছেলে সবে ঘুম থেকে উঠেছে। এত দেরিতে কেন উঠেছিস? জিজ্ঞেস করতেই বাবার দিকে ধেয়ে এলো একটি লাঠি। আর সেই লাঠির আঘাতেই মৃত্যু হল বাবার! ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের (Kaliyaganj) অনন্তপুর অঞ্চলের বুড়িডাঙ্গী এলাকায়৷ ছেলের হাতে বাবার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে গোটা গ্রাম। মৃতের নাম […] The post Kaliyaganj | ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে প্রশ্ন বাবার, ছেলে লাঠি ছুড়ে মারায় মৃত্যু প্রৌঢ়ের appeared first on Uttarbanga Sambad .
‘সুট সিলওয়ালে’, জেমি-রাধাদের বললেন ‘কনে’স্মৃতি, শুরু তারকা ব্যাটারের প্রি-ওয়েডিং অনুষ্ঠান
কুর্তা-পাজামায় সেজে হবু বর পলাশ ধরা দিয়েছেন ক্যামেরার সামনে।
Project Cheetah |এবার মা হল ভারতে জন্মানো চিতা ‘মুখী’, কুনো জাতীয় উদ্যানে এল ৫ নতুন অতিথি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের চিতা সংরক্ষণ কর্মসূচি(Project Cheetah)-র দরুন অর্জিত হল এক ঐতিহাসিক মাইলফলক। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) ভারতীয় বংশোদ্ভূত চিতা ‘মুখী’ পাঁচটি সুস্থ শাবকের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার সরকারিভাবে এই খবর ঘোষণা করা হয়। কর্মকর্তারা এই ঘটনাকে প্রায় তিন বছর আগে ভারতে পুনরায় নিয়ে আসা চিতা প্রজাতির ‘স্থিতিশীলতা ও অভিযোজনের’ এক […] The post Project Cheetah | এবার মা হল ভারতে জন্মানো চিতা ‘মুখী’, কুনো জাতীয় উদ্যানে এল ৫ নতুন অতিথি appeared first on Uttarbanga Sambad .
‘মেধাবীদের জঙ্গি হয়ে ওঠা বিপজ্জনক’, দিল্লি অশান্তি মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল পুলিশের
সম্প্রতি দিল্লি বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে উমর খালিদদের জামিন খারিজের আবেদন পুলিশের।
কেমব্রিজের প্রভাবশালী শব্দ, ‘সামাজিক’নয়
শব্দের সঙ্গে নতুন প্রজন্মের অস্তিত্ব ও আচরণ জড়িত।
Robert Vadra |আর্থিক তছরুপ মামলা, প্রিয়াংকার স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে নতুন চার্জশিট জমা দিল ইডি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিপাকে সোনিয়া গান্ধির জামাই তথা সাংসদ প্রিয়াংকা গান্ধির স্বামী রবার্ট বঢরা (Robert Vadra)। আর্থিক তছরুপ মামলায় (Money Laundering Case) তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED)। ইউপিএ জমানায় প্রতিরক্ষা ক্ষেত্রে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারির বিরুদ্ধে। সেই মামলায় তদন্ত করতে গিয়ে রবার্ট বঢরার যোগ […] The post Robert Vadra | আর্থিক তছরুপ মামলা, প্রিয়াংকার স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে নতুন চার্জশিট জমা দিল ইডি appeared first on Uttarbanga Sambad .
SIR-এর Enumeration Form কোন কালিতে ভরবেন জানেন?
SIR, Enumeration Form: আর কোন ভাষায় ফর্ম ফিলআপ করবেন আপনি? আপনার ফর্ম যদি বাংলায় থাকে, অর্থাৎ আপনার ফর্মে যদি নির্বাচকের নাম, আত্মীয়ের নাম: এই ভাবে থাকে, তাহলে আপনাকে সেই ফর্ম বাংলায় ফিলআপ করা বাঞ্ছনীয়।
Prashant Kishor: নীতীশ পড়ছেন মুকুট, প্রশান্ত চুপ! ‘মৌন উপবাসে’ বসেছেন পিকে
Prashant Kishor Holds Maun Vrat: মঙ্গলবারই সাংবাদিকদের সম্মুখীন হয়ে এই মৌন ব্রত পালনের কথা জানিয়ে ছিলেন জন সুরাজ পার্টির সুপ্রিমো প্রশান্ত কিশোর। এমনকি, বিহারের দলের এই হারের সম্পূর্ণ দায় নিজের ঘাড়েই নিয়েছেন তিনি। পিকের কথায়, 'আমাদের চেষ্টায় হয়তো কোনও ঘাটতি থেকে গিয়েছে। মানুষ যদি আমাদের গ্রহণে ইচ্ছুক না হয়, তা হলে তার দায়টাও আমাকেই নিতে হবে।
Wedding Gift Tax: বিয়ে করলেই বাম্পার অফার, বড় সিদ্ধান্ত মোদী সরকারের
Tax on Marriage Gift: সাধারণত, ৫০ হাজার টাকার বেশি মূল্যের উপহার কেউ যদি পায়, তাহলে তাকে 'ইনকাম ফ্রম আদার সোর্সেস' হিসাবে ধরা হয় আর তার উপর বিরাট কর দিতে হয়। কিন্তু এই উপহার যদি আপনার বিয়েতে পাওয়া উপহার হয়, তাহলে আপনি এই নিয়মে একটা বিরাট ফাঁক পাবেন।
শিক্ষক হেনস্তায় ‘আত্মঘাতী’১৬ বছরের কিশোর, ‘উই ওয়ান্ট জাস্টিস’ধ্বনিতে প্রতিবাদে উত্তাল দিল্লি
‘সরি মা, শেষ বার তোমার মন ভাঙছি…’, সুইসাইড নোটে লিখেছিল ওই কিশোর।
আমিরের বাড়ি গিয়ে অপদস্তে দীপিকা, ভাবতেও পারেননি এমনটা ঘটবে
অবাস্তব লাগলেও, এমনটাই নাকি ঘটেছিল দীপিকার সঙ্গে। তিনি সেই স্মৃতি আজও ভুলতে পারেননি। আমির খানের জীবনে এমন নানা কাহিনি জড়িয়ে থাকাটাই স্বাভাবিক, তাই বলে দীপিকা পাড়ুকোন না খেয়ে চলে এসেছিলেন! এটা হয়তো এক বাক্যে অবাক কাণ্ড মনে হলেও, এটাই বাস্তব, যদিও সেই প্রসঙ্গ এখন অতীত।
Bangladesh: হাকিমপুর সীমান্তে বিরাট উত্তেজনা, কী ঘটেছে দেখুন
তাঁকে ধাক্কা দেওয়া হয়। এমনকী, হাত থেকে বুম কেড়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। ব্যক্তিদের দাবি, এলাকায় কোনও বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকে না। তারপরও কেন এই খবর সম্প্রচার করা হচ্ছে। কিন্তু কাদের এত সমস্যা হচ্ছে?
হেনা বা মেহেন্দির দাগ লেগেছে পছন্দের জামায়? তুলে ফেলুন এই ঘরোয়া টোটকায়
নিজের পছন্দের জামা থেকে কীভাবে এই দাগ তুলবেন জেনে নিন।
‘চ্যাম্পিয়নের মতো মনে হচ্ছে’, নতুন জার্সি গায়ে চাপিয়ে বললেন আইপিএল না জেতা তারকা
সিএসকে প্রকাশিত ভিডিওয় তাঁকে হলুদ জার্সিতে দেখা গিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সম্মানিত হলেন ছোট পর্দার তারকারা।
Kashmir Times |কাশ্মীর টাইমস-এর অফিসে এসআইএ-র হানা, উদ্ধার AK-47 কার্তুজ ও গ্রেনেড!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জম্মু ও কাশ্মীর পুলিশের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (SIA) বৃহস্পতিবার জম্মুর প্রখ্যাত সংবাদমাধ্যম ‘কাশ্মীর টাইমস’-এর কার্যালয়ে অভিযান চালায়। কর্তৃপক্ষের অভিযোগ, সংবাদপত্রটি দীর্ঘ দিন ধরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে মদত দিয়ে আসছে। তল্লাশির সময় অফিস থেকে চাঞ্চল্যকরভাবে একে-৪৭ (AK-47) রাইফেলের কার্তুজ, পিস্তলের রাউন্ড এবং তিনটি গ্রেনেড লিভার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। বৃহস্পতিবার দিনভর […] The post Kashmir Times | কাশ্মীর টাইমস-এর অফিসে এসআইএ-র হানা, উদ্ধার AK-47 কার্তুজ ও গ্রেনেড! appeared first on Uttarbanga Sambad .
Internet Memes as Political Tools: কেউ কেউ বলছেন, লেখনীতেও আমূল পরিবর্তন এসেছে। এই যেমন ১০ বছর আগেও প্রচারকাজে হোক বা ব্যঙ্গ করার কাজে, রাজনৈতিক লেখনী মানেই তাতে থাকবে ধার। কিন্তু এখন সেই ধার আর দেখা যায় না। খোঁচা রয়েছে, তবে অনেকটাই ব্যক্তিগত আক্রমণ। আর এই গোটা ব্যাপারটাতেই রাজনৈতিক দলগুলির সঙ্গী হয়েছে মিম।
Nosebleed Causes: নাক দিয়ে রক্ত পড়া সবসময় সাধারণ ব্যাপার নয়! কোন লক্ষণে বুঝবেন তা জরুরি অবস্থা
nosebleed first aid: নাক দিয়ে রক্ত পড়া বা ‘নোজব্লিড’ (এপিস্ট্যাক্সিস) খুবই সাধারণ একটি সমস্যা এবং বছরের যে কোনও সময়ই দেখা দিতে পারে। সাধারণত ১০–১৫ মিনিটের মধ্যে এটি থেমে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই উদ্বেগের কারণ হয় না। চিকিৎসকদের মতে, নাকের সামনের দিকের ছোট রক্তনালী ফেটে গেলে সাধারণ নোজব্লিড হয়। তবে নাকের গভীর অংশ থেকে রক্তপাত হলে তা মারাত্মক স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে। বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ ড. গিরীশ আনন্দ এম এস সতর্ক করে বলেন, যদি নাক দিয়ে রক্তপাত ৩০ মিনিটের বেশি স্থায়ী হয় বা শ্বাসকষ্টের কারণ হয়, তাহলে অবিলম্বে জরুরি চিকিৎসা প্রয়োজন। যদিও বেশিরভাগ সময়ই এ ধরনের রক্তপাত বাড়িতেই নিয়ন্ত্রণ করা যায়। আরও পড়ুন- Family peace tips: স্ত্রী–মায়ের ঝগড়ায় সংসারে অশান্তির আগুন? ৫ টেকনিকেই বিরোধ চিরতরে মেটাতে পারেন ছেলে কেন নাক দিয়ে রক্ত পড়ে? ড. আনন্দ জানান, শুষ্ক আবহাওয়া, নাক খোঁচানো, অ্যালার্জি, রক্তচাপের আকস্মিক পরিবর্তন বা নাকের অভ্যন্তরে ক্ষুদ্র জ্বালাযুক্ত অবস্থার কারণে নোজব্লিড হতে পারে। নাকের ভেতরের ছোট রক্তনালীগুলো ফেটে গেলে রক্তপাত শুরু হয়। চিকিৎসা সাহিত্যে বলা হয়েছে, এই রক্তনালীর ফাটল স্বতঃস্ফূর্তভাবে বা আঘাত, ওষুধের প্রভাব কিংবা অন্যান্য শারীরিক সমস্যার কারণে হতে পারে। উচ্চ রক্তচাপ থাকলে রক্তপাত দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকি বাড়ে। হার্ভার্ড হেলথ জানায়, নাকের গভীর অংশের ধমনী থেকে রক্তপাত হলে তা গুরুতর হতে পারে, বিশেষ করে উচ্চ রক্তচাপ বা রক্ত পাতলা করার ওষুধ গ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে। এক গবেষণায় দেখা গেছে, হাইপারটেনশন রোগীদের গুরুতর নোজব্লিডের ঝুঁকি অনেক বেশি। আরও পড়ুন- Weekend Getaway: কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট! কখন নাক থেকে রক্ত পড়া বিপজ্জনক? নিম্নোক্ত পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা প্রয়োজন: ২০–৩০ মিনিটের বেশি রক্তপাত। রক্তপাত এত বেশি যে কাপড় বা টিস্যু ভিজে যায়। মাথা বা মুখে আঘাতের পর নাক থেকে রক্ত পড়া। মাথা ঘোরা, দুর্বলতা বা শ্বাসকষ্ট। ড. আনন্দ বলেন, “নাকের পিছনের অংশ থেকে রক্তপাত হলে তা থামানো কঠিন হয় এবং রক্ত গলায় নেমে যেতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।” গ্লেনইগলস হাসপাতালের ড. মঞ্জুষা আগরওয়াল বলেন, “হাই ব্লাড প্রেসার অনেক সময়ই অজান্তে বাড়ে। হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে নোজব্লিড হতে পারে, তাই নিয়মিতভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ জরুরি।” এমার্জেন্সি ফিজিশিয়ানস অর্গানাইজেশন সতর্ক করে বলেছে, দুর্ঘটনার পর নাক দিয়ে রক্ত পড়লে তা আভ্যন্তরীণ আঘাতের সংকেত হতে পারে। গুরুতর নোজব্লিডের ফলে অ্যানিমিয়া বা হৃদ্রোগের ঝুঁকি থাকে। আরও পড়ুন- weekend getaway:সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন বাড়ি, ঘুরে আসুন কলকাতার কাছেই অসাধারণ এই প্রান্ত থেকে! ড. আনন্দ আরও বলেন, যদি বারবার নাক দিয়ে রক্ত পড়ে এবং কোনও সুস্পষ্ট কারণ না থাকে, তবে তা হাই ব্লাড প্রেসার, অ্যানিমিয়া, রক্তজ জমাট বাঁধার সমস্যা বা কোনো অভ্যন্তরীণ অসুস্থতার লক্ষণ হতে পারে। নাক থেকে সামান্য পরিমাণে রক্ত ঝরলে কী করবেন? সোজা হয়ে বসে সামান্য সামনে ঝুঁকুন। নাকের নরম অংশ ১০–১৫ মিনিট চেপে ধরুন। মুখ দিয়ে শ্বাস নিন। ঠান্ডা সেঁক দিন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কীভাবে নাক থেকে রক্ত পড়া প্রতিরোধ করবেন? শরীরে জলশূন্যতা দূর রাখা, নাক খোঁচানো এড়িয়ে চলা ও শুষ্ক পরিবেশে হিউমিডিফায়ার ব্যবহার করলে নোজব্লিডের ঝুঁকি কমে। যাদের উচ্চ রক্তচাপ বা রক্তজ সমস্যার ঝুঁকি আছে তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। ড. আগরওয়াল পরামর্শ দেন, “নিয়মিত রক্তচাপ পরীক্ষা, সুষম খাদ্য, পর্যাপ্ত জল পান এবং স্ট্রেস কমানো—এসবই হঠাৎ নোজব্লিড প্রতিরোধে গুরুত্বপূর্ণ।”
স্বাস্থ্যের জন্য উপকারী, তবে জানেন কি কাদের এড়িয়ে চলতে হবে মেথি ভেজানো জল?
বিশেষ কয়েকটি ক্ষেত্রে মেথি খেলে রোগীর শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
SIR-এর Enumeration Form-এ ভুল! কীভাবে লিখবেন সঠিক তথ্য?
SIR, Enumeration Form: এনুমারেশন ফর্ম ফিলআপ করতে গিয়ে কোনও জায়গায় কোনও ভুল লিখে ফেললেন। অনেকেরই হয়তও এমন হয়েছে। এই ক্ষেত্রে কী করবেন আপনি? কী বলছেন বিএলওরা? বরাহনগর থেকে বেলেঘাটা, কী বলছেন বিভিন্ন এলাকার কমিশনের প্রতিনিধিরা?
Vivek Oberoi: হিন্দি চলচ্চিত্র জগৎ, নব্বইয়ের দশকের শেষ থেকে, ২০০০ সালের শুরু পর্যন্ত এক অস্থির সময়ের মধ্য দিয়ে গিয়েছিল। তখন বলিউড ছিল প্রায় যেন 'ওয়াইল্ড ওয়েস্ট'- আন্ডারওয়ার্ল্ডের দাপটে, পর্দার আড়াল থেকেই চলত বহু বড় সিদ্ধান্ত। সিনেমার প্রযোজক, পরিচালক এবং জনপ্রিয় অভিনেতারা নিয়মিতই পেতেন চাঁদাবাজির ফোন। আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে গুলশান কুমার বা রাকেশ রোশনের মতো ব্যক্তিত্বের ওপরে হামলাও চালানো হয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন, বড় কয়েকটি ঘটনার পর কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিয়েছে, কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বিবেক ওবেরয় জানিয়েছেন, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে 'কুরবান' ছবির শুটিংয়ের সময় তিনিও এমনই একটি প্রাণনাশের হুমকি পান- এবার তা এসেছিল পাকিস্তান থেকে। পিঙ্কভিলাকে, দেওয়া সাক্ষাৎকারে বিবেক বলেন, তাঁর হোটেল রুমের আনসারিং মেশিনে রেকর্ড হয়ে ছিল সেই হুমকি। তাঁর কথায়, ওরা ফোনে বার্তা রেখে গিয়েছিল। মার্কিন আইন অনুযায়ী বিষয়টি আমাকে হোটেল কর্তৃপক্ষকে জানাতে হয়েছিল এবং তারা পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। বার্তায় সন্দেহজনক কিছু কীওয়ার্ড থাকার কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাও ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নেয়। The Academy of Fine Arts: 'নির্দ্বিধায় গালাগালি করুন', ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বে ইতি! মুক্তি পাচ্ছে দ্যা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস? বিবেক জানান, প্রথমে তিনি ফোনটিকে মজা বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন। বলেন, আমি ভেবেছিলাম কেউ মজা করছে বা মাতাল অবস্থায় ফোন করেছে। কিন্তু পরে পুলিশ তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুরো বিষয়টি বুঝতে পারেন। তদন্তে উঠে আসে, ফোন কলটি পাকিস্তানের একটি সত্যিকারের নম্বর থেকে করা হয়েছিল। তখনই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে এবং বিবেক নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে সত্যিই উদ্বিগ্ন হয়ে পড়েন। বিবেকের কথায়... Parambrata Chatterjee-Federation: ফেডারেশনের সঙ্গে জট কাটবে? আইনি লড়াই থেকে সরে সমঝোতার পথে পরমব্রত ওরা বলছিল-‘আমরা জানি তুমি কোথায় আছ, তোমাকে শেষ করে দেব।’ তখনই বিষয়টা ভয়ের হয়ে ওঠে। পরে তিনি যুক্তরাষ্ট্রে একজন আইনজীবী নিয়োগ করেন এবং দেশে ফিরে আসার পর, বাধ্য হয়ে পুলিশ নিরাপত্তা নিতে হয় তাঁকে। শুধু তাঁকে নয়, তাঁর পরিবারকে নিয়েও হুমকি আসতে শুরু করায় আতঙ্ক আরও বেড়ে যায়। বর্তমানে বিবেক ওবেরয় গত কয়েক বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন। তবে, সে সময়কার অভিজ্ঞতা আজও তাঁর মনে গভীর দাগ কেটে রেখেছে।
মিশিগানের জনপ্রিয় নিউরোসার্জন জানাচ্ছেন, যে কোনও ব্যক্তি দৈনন্দিন মাত্র ৫টি অভ্যাস পরিবর্তন করলেই বাড়বে ব্রেনের ক্ষমতা। আজকের দ্রুত গতির জীবনে শরীরের যত্নের পাশাপাশি মস্তিষ্কের স্বাস্থ্য বা 'ব্রেন হেলথ' ঠিক রাখাও অপরিহার্য।
নেপালে ফের বিক্ষোভের আগুন, ওলির দলের সঙ্গে সংঘর্ষ ‘জেন জি’দের, জারি কারফিউ
নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হতেই আসরে নেমেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর দল।

15 C