Dev: ১৪ তারিখ হিয়ারিং! দেশু প্রসঙ্গে অন্যদের প্রশ্ন না করতে অনুরোধ দেবের, আর কী কী বললেন?
দেবের প্রজাপতি ২ নিয়ে আলোচনা সবদিকেই। কারণ, ধুরন্ধর ঝড়ে যনখ কাবু বক্স অফিস ঠিক তখন দেবের এই ছবি বাংলা ছবি হিসেবে দর্শককে টেনে নিয়ে এসেছে সিনেমাহলে। তাই এই উচ্ছ্বাস এবং উন্মাদনা সঙ্গে এই জয় যে বাংলা ছবির এবং বাংলা ভাষার, সেকথা গতকাল প্রজাপতি ২ -এর স্ক্রিনিং উপলক্ষে হাজির হয়েই জানিয়েছেন দেব। তবে শেষ কিছু মাসে দেবের সঙ্গে নানা ঘটনা ঘটেছে। এঁকে তো ইন্ডাস্ট্রি বনাম দেব ইস্যু। স্ক্রিনিং কমিটির চাপে দেবের ওষ্ঠাগত প্রাণ। তাও তিনি দমার নয়। বরং, গতকাল দেবের আমন্ত্রণে হাজির হয়েছিলেন অনেকেই। সেখানেই দেব নানা প্রশ্নের উত্তর দিলেন। কিছুদিন আগেই তাঁকে SIR - প্রসঙ্গে ডাকা হয়। এবং সেই নিয়েই গতকাল তিনি বলেন, আমায় তো একা না, আরও অনেককেই ডেকে পাঠানো হয়েছে। আমি গিয়েছি। এই নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। আমার দেশের যা নিয়ম কানুন আছে, সেগুলো মানতে আমায় হবেই। এখনও নোটিশ আসেনি আমার কাছে, তবে আসার কথা আছে। এবং আমার মনে হয় ১৪ তারিখ আমার হিয়ারিং হবে। Aditya Dhar-Vicky Kaushal: উরি চরিত্রের নামেই ছেলেকে ডাকছেন ভিকি! আহ্লাদে আটখানা ছবির পরিচালক আদিত্য ধর দেশু প্রসঙ্গে সরব দেব অভিনেতা দেশু নিয়ে নিজেও বেজায় এক্সাইটেড। এবার পুজোয় দেব আসছেন শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে। ফলে এই ছবি যে বক্স অফিসে কামাল করবে, সেকথা বলাই যায়। তবে আগে থেকেই দেব এমন কিছু নোটিশ করেছেন যাতে তিনি সংবাদ মাধ্যমকে সতর্ক হতে বললেন। দেবের কথায়, আমি সকলকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই অন্য কোনও ছবির প্রিমিয়ারে গিয়ে কোনও পরিচালক বা প্রযোজক বা অভিনেতাকে দেশু নিয়ে জিজ্ঞেস করো না। আমার সত্যি খুব খারাপ লাগছে। বিষয়টা বোকা বোকা লাগছে। আমাদের জিজ্ঞেস করো। আমায় বা শুভশ্রীকে জিজ্ঞেস করো। এর বাইরে কাউকে না। Sreeleela: ২৪ বছরেই তিন সন্তানের মা! শ্রীলীলার গল্প প্রকাশ্যে ছাপিয়ে যাবে সব ছবিকে দেশুর ৭ নম্বর ছবি? দেব সোজাসুজি জানালেন এই ছবি আর বাকি ৫টা ছবিকে ছাপিয়ে যাবে। বিশেষ করে দর্শক-মহল থেকে যে ধরণের ভালবাসা আসছে, এতে দেবের দায়িত্ব বাড়ছে। সেইভাবেই স্ক্রিপ্ট লেখা হচ্ছে।
Suvendu Adhikari: পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার মতো কারও বাড়িতে ৫১ কোটি পাবে না: শুভেন্দু
Suvendu Adhikari on Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের এই কাজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে সরাসরি হস্তক্ষেপ ও তদন্তে বাধা দান বলে উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী। এ ছাড়াও শুভেন্দু অধিকারীর কথায় উঠে এল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যপাধ্যায়ের কথাও। তিনি বললেন ৫১ কোটি টাকার কথাও।
'দলের নথি হাইজ্যাকের চেষ্টা', ইডির বিরুদ্ধে গর্জে উঠে অমিত শাহকে নিশানা মমতার
হাতে গোণা আর মাত্র কয়েকটা মাস। তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন। এদিকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের প্রধান প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত আই-প্যাক অফিসে তল্লাশি অভিযান চালায়। এই অভিযানের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। পরিযায়ী ইস্যুতে মালদা থেকেই কেন্দ্রকে নিশানা অভিষেকের? গোষ্ঠী কোন্দল নিয়ে ভোটের আগে কী বার্তা সেনাপতির? বৃহস্পতিবার সকাল থেকেই প্রতীক জৈনের বাসভবন ও আই-প্যাক অফিসে ইডির তল্লাশি শুরু হয়। দুপুর বারোটা নাগাদ, তল্লাশি চলাকালীনই হঠাৎ লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁর কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। প্রতীক জৈনের বাড়ি থেকে কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, হাতে একটি সবুজ ফাইল নিয়ে। বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ইডি তাঁর দলের গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। মমতার বক্তব্য, “ওরা আমার দলের সমস্ত নথি নিয়ে যাচ্ছিল। হার্ডডিস্ক, ফোন সবকিছু। আমি সেগুলো ফিরিয়ে এনেছি।” তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে বলেন, “তিনি দেশ চালাতে পারবেন না। আমার দলের নথি বাজেয়াপ্ত করা হচ্ছে।” হার্ভার্ড থেকে হিমালয় পর্যন্ত ছিল অবাধ বিচরণ, কে ছিলেন মাধব গাডগিল? মৃত্যুতে শোকস্তব্ধ দেশ মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, একদিকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে এই ধরনের অভিযানের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিকল্পনা “হাইজ্যাক” করার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, প্রতীক জৈন তাঁর দলের দায়িত্বে থাকায় পরিকল্পিতভাবেই আই-প্যাককে নিশানা করা হয়েছে। লাউডন স্ট্রিট থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সল্টলেকের আই-প্যাক অফিসেও যান। সেখানে নিরাপত্তা বাড়ানো হয় এবং সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, দিল্লির একটি আর্থিক জালিয়াতি ও কয়লা পাচার সংক্রান্ত পুরনো মামলার সূত্র ধরে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চলতে থাকে। উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে সিবিআই তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে অভিযান চালালে সেখানেও হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বসেন। এবারও আই-প্যাক ও প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের ঘটনাকে ঘিরে কেন্দ্র ও রাজ্যের সংঘাত নতুন করে প্রকাশ্যে এল। আইপ্যাকের অফিসে মমতা
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ED? I-PACএর অফিসে তল্লাশির মাঝেই বিস্ফোরক শুভেন্দু
Suvendu Adhikari On Mamata Banerjee: কিছুক্ষণের মধ্যে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে এলেন সবুজ ফাইল হাতে। বেরিয়ে এসে বিস্ফোরক মমতা। অভিযোগ, অমিত শাহ তাঁর দলের স্ট্র্যাটেজি, প্রার্থী তালিকা, প্ল্যানিংয়ের হার্ড ডিস্ক হাতিয়ে নিতেই তল্লাশি চালিয়েছে। মমতার এই বক্তব্য নিয়ে বিস্ফোরক রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই শীতের ঝোড়ো ইনিংসে কাঁপছে গোটা বাংলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহ বজায় থাকলেও রবিবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে (Weather Update)। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে (North Bengal) শীতের দাপট আরও বেশি তীব্র। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, […] The post Weather Update | হাড়কাঁপানো শীতে জবুথবু রাজ্য! জারি ঘন কুয়াশার সতর্কতা, সপ্তাহান্তে হাওয়া বদলের ইঙ্গিত? appeared first on Uttarbanga Sambad .
ED Raid: এখানে প্রশ্ন উঠছে, যেখানে তল্লাশি অভিযান চলছে, উপরে রয়েছেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই সাদা গাড়িতে কী এমন আছে? যেখানে এত সুরক্ষা দেওয়া হচ্ছে? যদিও, এ নিয়ে মুখ খোলেননি কেউ। জানা যায়নি কী আছে তাতে।
বড় সমস্যার মুখে ‘ধুরন্ধর’, ছবির উপর কোন নিষেধাজ্ঞা ধেয়ে এলো?
আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’–এর রেকর্ডভাঙা বক্স অফিস যাত্রা এবার বড়সড় কূটনৈতিক জটিলতার মুখে পড়েছে। ভারতীয় বক্স অফিসে ঐতিহাসিক সাফল্য সত্ত্বেও, মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর জেরে ভারতীয় মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (IMPPA) কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চেয়েছে।
Mamata Banerjee: I-PAC কর্ণধারের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে বেরলেন মমতা, কী আছে সেই ফাইলে?
Mamata Banerjee, I-PAC: আগামী ২০২৬-এর নির্বাচনের আগে নজিরবিহীন ঘটনা। ইডির তল্লাশির অভিযানের মধ্যেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে একটা সবুজ ফাইল নিয়ে বেরলেন মুখ্যমন্ত্রী। বেরিয়েই তিনি তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি।
DIFF: চিনের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’-এ শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
চিনের সিনেমা দিয়ে শুরু হতে চলেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে উদ্বোধনী অনুষ্ঠান হবে ১০ জানুয়ারি। চিনের পরিচালক চেন শিয়াং-এর ‘দ্য জার্নি টু নো এন্ড’ (The Journey to No End) সিনেমা দিয়ে উৎসবটি শুরু হবে। এই ছবিটি এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Dhaka International Film Festival 2026) বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি। এবারের উৎসবে বিশেষ আকর্ষণ ‘চায়নিজ ফিল্ম উইক’ চিনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করে মোট ১৫টি চিনা ছবি দেখানো হবে। এতে চিনের আধুনিক ও বিভিন্ন ঘরানার সিনেমা আছে। সব মিলিয়ে ৭০টির বেশি দেশ থেকে ২৪৬টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শিত হবে। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে এই উৎসবের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনের উৎসবটি। আরও পড়ুন: সরস্বতী পুজোয় বড় চমক! ফিরছেন কাকাবাবু, মুক্তি পাচ্ছে ‘বিজয়নগরের হীরে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ (Bangladesh) প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে ৯টি দেশীয় সিনেমা। ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘ধামের গান’, এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, ‘নয়া নোট’, ‘আগন্তুক’,‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘দ্য স্টোরি অব আ রক’ এবং ‘উৎসব’। আরও পড়ুন: উরি চরিত্রের নামেই ছেলেকে ডাকছেন ভিকি! আহ্লাদে আটখানা ছবির পরিচালক আদিত্য ধর ‘দ্য জার্নি টু নো এন্ড’ (The Journey to No End) ছবিটি পরিচালনা করেছেন চেন শিয়াং (Chen Xiang)। সিনেমাটিতেভবিষ্যতের একটি সমাজের চিত্র রয়েছে, যেখানে জলবায়ু সংকট এবং প্রযুক্তির অত্যধিক নির্ভরতা মানুষকে প্রভাবিত করেছে। প্রধান চরিত্র চেন কি (Chen Qi) তাঁর মায়ের সন্ধানে এবং নিজের অস্তিত্বের অর্থ খুঁজতে একটি যাত্রা শুরু করে। পথে সে পরিত্যক্ত শহর এবং বিধ্বস্ত প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে বয়ে যায়।
শুধু বাংলা নয়, ডিজিপি নিয়োগ নিয়ে অন্য রাজ্যের সঙ্গেও সংঘাত কেন্দ্রের, তালিকায় উত্তরপ্রদেশ, তামিলনাড়ু
উত্তরপ্রদেশ সরকার ইউপিএসসি-কে নিয়োগ প্রক্রিয়া থেকে কার্যত ব্রাত্য করে দিয়েছে।
প্রতীকের বাড়ির পর I-PAC দপ্তরে মমতা, ফাইল এনে রাখা হল মুখ্যমন্ত্রীর গাড়িতে
মোতায়েন রয়েছে কলকাতা পুলিশ।
স্যানন পরিবারে বাজল বিয়ের সানাই, প্রেমিকের সঙ্গে বোনের বিয়েতে যাচ্ছেন কৃতী, গন্তব্য কোথায়?
কবে বসছে বিয়ের আসর?
‘মহাকাশে ভারতের জয়য়াত্রা শুরু হয়ে গিয়েছে’, ‘সহজ পাঠ’অনুষ্ঠানে পড়ুয়াদের মনে করালেন দেবীপ্রসাদ দুয়ারী
'একবিংশ শতক হবে মহাকাশচর্চার দশক', বললেন তিনি।
Mamata Banerjee, ED: I-PAC কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ED হানা, পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়!
Mamata Banerjee, Enforcement Directorate: ইডির এই তল্লাশির মধ্যেই এক নজিরবিহীন ঘটনা। প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ভোর ৫টায় আইপ্যাকের কর্ণধারের বাড়িতে আসেন ইডি আধিকারিকরা। তারপর দীর্ঘক্ষণ তল্লাশির পর ওই বাড়িতে ঢোকেন কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়।
Green Peas Face Pack: বর্তমান সময়ে ত্বকের সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ধুলোবালি, দূষণ, অনিয়মিত জীবনযাপন, মানসিক চাপ এবং অতিরিক্ত রাসায়নিক প্রসাধনীর ব্যবহারের ফলে ত্বক ধীরে ধীরে তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাতে শুরু করে। বিশেষ করে মুখের ত্বক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে অনেকেই পার্লার বা দামী স্কিন কেয়ার পণ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু সব সময় যে এগুলি ত্বকের জন্য উপকারী হয়, তা নয়। অনেকের মনেই প্রশ্ন থাকে, সত্যিই কি রাসায়নিক ছাড়া ত্বক উজ্জ্বল করা সম্ভব? উত্তর হল, অবশ্যই সম্ভব। প্রকৃতিতে এমন অনেক উপাদান রয়েছে, যা নিয়মিত ব্যবহার করলে ত্বক নিজে থেকেই সুস্থ এবং উজ্জ্বল হয়ে ওঠে। তারই একটি সহজ উদাহরণ হল সবুজ মটরশুঁটি। সাধারণত আমরা সবুজ মটরকে রান্নার উপকরণ হিসেবেই দেখি, কিন্তু খুব কম মানুষই জানেন যে এটি ত্বকের যত্নেও দারুণ কাজ করে। আরও পড়ুন- ব্রেকফাস্টে এই ৪ জিনিস খেলে দূর হবে দুর্বলতা, চিকিৎসকের থেকে জেনে নিন কী করবেন! ফ্রিজে রাখা সবুজ মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক পুষ্টি উপাদান থাকে। এই উপাদানগুলি ত্বকের কোষকে ভেতর থেকে পুষ্টি জোগায়। ভিটামিন সি ত্বকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যার ফলে ত্বক টানটান এবং মসৃণ থাকে। পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের প্রদাহ কমায় এবং ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। আরও পড়ুন- নিরামিষের পথ ছেড়েছেন এই বলিউড তারকারা, বদলে নিয়েছেন তাঁদের জীবনদর্শন! ঘরে বসে এই মটরশুঁটির ফেসপ্যাক তৈরি করা খুবই সহজ। প্রথমে এক বাটি সবুজ মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে হবে। যদি আগে থেকেই খোসা ছাড়ানো মটর ফ্রিজে থাকে, তাহলে কাজ আরও সহজ হয়ে যায়। এরপর মটরগুলো কম আঁচে প্রায় পনেরো মিনিট সিদ্ধ করতে হবে। ভালোভাবে সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। তারপর মিক্সারে পিষে নিলেই একটি মসৃণ পেস্ট তৈরি হবে। এই পেস্টই হল আপনার প্রাকৃতিক ফেসপ্যাক। আরও পড়ুন- অপেক্ষার সময় ঘরে বসেই কেন বুক ধড়ফড় করে? কারণ, লক্ষণ ও নিজেকে শান্ত রাখার সহজ উপায় জানুন এই মটরশুঁটির পেস্ট মুখে সমানভাবে লাগাতে হবে। চোখ ও ঠোঁটের চারপাশ এড়িয়ে লাগানোই ভালো। পেস্টটি লাগানোর পর কিছুক্ষণ রেখে দিন, যাতে এটি ত্বকে ভালোভাবে কাজ করতে পারে। শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ব্যবহারের পর ত্বকে একটি স্বাভাবিক সতেজতা এবং উজ্জ্বল ভাব অনুভব করবেন। আরও পড়ুন- টাক যত পুরনোই হোক, তাতে নাকি চুল গজাবে, কী জানিয়েছেন বাবা রামদেব? নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের বিভিন্ন সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে। ব্রণ, কালচে দাগ, ত্বকের রুক্ষতা এবং নিস্তেজ ভাব দূর হতে সাহায্য করে। মটরশুঁটিতে থাকা প্রাকৃতিক উপাদান ত্বককে হাইড্রেশন দেয়, যার ফলে শুষ্ক ত্বকের সমস্যাও অনেকটাই কমে যায়। সবচেয়ে বড় বিষয় হল, এতে কোনও কেমিক্যাল না থাকায় পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা খুবই কম থাকে। যাঁরা বাজারের স্কিন কেয়ার পণ্যের ওপর ভরসা করতে পারেন না বা সংবেদনশীল ত্বকের সমস্যায় ভোগেন, তাদের জন্য এই ঘরোয়া প্রতিকারটি বিশেষভাবে উপকারী হতে পারে। তবে যে কোনও নতুন ফেসপ্যাক ব্যবহার করার আগে হাতে বা কানের পাশে অল্প করে ফেসপ্যাকটি লাগিয়ে পরীক্ষা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই সহজ ও প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিলে ধীরে ধীরে মুখে একটি স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসতে পারে, যা কোনও পার্লারের কৃত্রিম গ্লোর থেকেও বেশি স্বাস্থ্যকর। সতর্কতা এই প্রতিবেদনে উল্লিখিত প্রতিকারটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। ত্বকের ধরন অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। তাই ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই শ্রেয়।
‘আজকের পর দেবলীনাকে নিয়ে…’, সায়কের দাদা কী নির্দেশ দিলেন
গায়িকা দেবলীনা নন্দী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পরিবারের দাবি। তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিস্তর জলঘোলা হয়েছে। অভিনেতা, ব্লগার সায়ক প্রথম হাসপাতাল থেকে ভিডিয়ো করে জানান, দেবলীনার এমন অবস্থার কথা। ক্রমশ দেবলীনার সঙ্গে সায়কের পরকীয়া নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে।
অ্যাশেজে হতশ্রী হারে জোরাল হচ্ছে অপসারণের দাবি, নেতৃত্ব নিয়ে কী বলছেন স্টোকস?
ম্যাকালামদের অপসারণ চাইলেন বয়কট।
হাসপাতালের বাগানে উদ্ধার মহিলের মৃতদেহ, পাশে জখম সন্তান! চাঞ্চল্য মুর্শিদাবাদে
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
কয়লাকাণ্ডে রাজ্যে দুরন্ত অভিযান ইডির। সল্টলেকের আইপ্যাকের অফিসে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পাশাপাশি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। একই সঙ্গে পোস্তায় এক ব্যাবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে কয়লাকাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় তল্লাশি চালাচ্ছে ইডির টিম। এদিন সকালে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা দেওয়ার কিছু সময়ের পরই ঘটনাস্থলে তড়িঘড়ি হাজির হন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়? বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের সল্টলেকের অফিস এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের আবাসনে তল্লাশি চালায়। প্রতীক জৈন তখন তাঁর চতুর্থ তলা আবাসনে ছিলেন এবং সেখানে ED-এর কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। এদিন ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান। এরপর মিনিট কুড়ি থাকার পর বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। হাতে ছিল একটি ফাইল ও একটি ল্যাপটপ। মুখ্যমন্ত্রীর আশ্বাসের বাস্তব রূপ! ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি একযোগে আইপ্যাকের সল্ট লেকের অফিস, লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের আবাসন এবং পোস্তা এলাকার এক ব্যবসায়ীর অফিসেও কয়লাকান্ডে অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা। সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দলের প্রার্থী তালিকা সহ গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেন মমতা। 'এটাই কি ইডির ভূমিকা'? সরব মুখ্যমন্ত্রী। 'আমি যদি পুলিশ দিয়ে বিজেপি পার্টি অফিসে অভিযান চালায় তাহলে কী হবে'? প্রশ্ন মমতার। হার্ড ডিস্ক নথিও নিজের সঙ্গে নিয়ে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে যান মমতা। এই মুহূর্তে সল্টলেকের সেক্টর ফাইভ আইপ্যাকের অফিসে পৌঁছেছেন তৃণমূল নেত্রী। ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে? ইডি অভিযান চলাকালীন কিছু নথি নিয়ে মুখ্যমন্ত্রীর বেরিয়ে আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রীর এই কাজ সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠানের কাজে বাধা ও হস্তক্ষেপের সামিক। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান তিনি। 'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া উচিত সরব' রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, এর আগে রাজীব কুমারের বাড়িতে রেডের সময়ও ধর্ণা দিয়েছেন মমতা। 'অনৈতিক ও অসাংবিধানিক পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যাবস্থা না নিলে রাজ্যের কাছে ভুল বার্তা যাবে' সরব শুভেন্দু। আই-প্যাক প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে, প্রাশান্ত কিশোরের নেতৃত্বে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে আই-প্যাক তৃণমূল ও রাজ্য সরকারের সঙ্গে কাজ করছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড় জয় এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলের সাফল্যে আই-প্যাকের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।সূত্রের দাবি, এই অভিযান কয়লার চোরাচালানের সঙ্গে সম্পর্কিত মামলার তদন্তের অংশ। তৃণমূলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কও গত কয়েক বছরে এই কেলেঙ্কারির ঘটনায় ED এবং CBI একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। শতাব্দী প্রাচীন পুরসভায় শ'য়ে শ'য়ে কর্মী ছাঁটাই, নিয়োগ করল কে? বিরাট মন্তব্যে তোলপাড় ফেললেন মহুয়া ইডির তল্লাশি ঘিরে টানটান উত্তেজনা। প্রতীক জৈনের বাড়ির পর এবার সল্টলেকের আইপ্যাকের অফিসেও পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্থার কার্যালয় থেকে একাধিক নথিপত্র বের করে এনে তোলা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে। গাড়ি ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা। সল্টলেকের আইপ্যাকের অফিসে রয়েছেন কৃষ্ণা চক্রবর্তী, সুজিত বসু সহ একাধিক তৃণমূল নেতা।
কিডনি খেকো টিউমার! টানা চার ঘণ্টারও অস্ত্রোপচারে শিশুকে শাপমুক্ত করল এসএসকেএম
কী হয়েছিল বাচ্চাটির পেটে?
বাংলাদেশে ফের খুন বিএনপি নেতা, ভোট বানচালে বৃহত্তর ষড়যন্ত্র! নেপথ্যে জামাত?
মৃতের নাম আজিজুর রহমান মুসাব্বির।
Entertainment Latest Live News Updates: মাত্র ২৪ বছরেই ৩ সন্তানের মা শ্রীলালা?
Entertainment Latest Live News Updates: দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা, মাত্র ২৪ বছর বয়সেই তিন সন্তানের মা!এ খবর শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে এটি কোনও প্রচলিত মাতৃত্বের কাহিনি নয়। ১৮ বছর বয়সে কন্নড় ছবি কিস- এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশের পর, মাত্র ২১ বছর বয়সেই তিনি দুইজন ভিন্নভাবে সক্ষম শিশুকে দত্তক নেন। সম্প্রতি তিনি তৃতীয় সন্তানের দায়িত্বও গ্রহণ করেছেন। শুরুর দিকে বিষয়টি গোপন রাখতে চাইলে এখন ধীরে ধীরে নিজের এই ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানাতে শুরু করেছেন অভিনেত্রী।
Mamata Banerjee: তৃণমূলের আইটি অফিসে ইডি হানা, প্রতীকের বাড়ি থেকে বেরিয়েই ফের ছুটলেন মমতা
Kolkata: দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার তল্লাশিতে যে সময় প্রতীকের বাড়িতে গোয়েন্দারা তল্লাশি করছেন, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন সেখানে। তারপর খানিক বাদে বেরিয়ে এলেন। আর কেন্দ্রীয় অমিত শাহ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এরপর তিনি জানিয়ে দিলেন TMC-র আইটি অফিসে তিনি পৌঁছছেন।
ED Raids |আইপ্যাকের দপ্তর ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি! খবর পেয়েই গেলেন খোদ মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকে রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক (I-PAC)-এর সল্টলেক সেক্টর ফাইভের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED Raids)। দিল্লি থেকে আসা একটি বিশেষ দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই ঝটিকা অভিযান শুরু করে। এরই মাঝে দুপুর ১২টা নাগাদ হঠাৎই প্রতীকের […] The post ED Raids | আইপ্যাকের দপ্তর ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি! খবর পেয়েই গেলেন খোদ মুখ্যমন্ত্রী appeared first on Uttarbanga Sambad .
প্রার্থীতালিকা চুরি করতেই ইডির অভিযান! প্রতীকের বাড়ি থেকে ফাইল হাতে বেরিয়ে ‘ন্যাস্টি’শাহকে তোপ মমতার
ইডি হানা চলাকালীনই প্রতীক জৈনের বাড়ি থেকে ফাইল হাতে বেরলেন মুখ্যমন্ত্রী।
I-PAC News: I-Pac কর্তা প্রতীক জৈনের বাড়িতে ED হানা,তড়িঘড়ি ছুটলেন মমতা
আজ সকালে প্রথমে সল্টলেক সেক্টর ফাইভের আইপ্যাকে তল্লাশি চালাচ্ছিল। এর মধ্যেই কেন্দ্রীয় সংস্থার আরও একটি দল পৌঁছে যায় বেসরকারি ভোটকুশলী সংস্থা আইপ্য়াকের কর্নধার প্রতীক জৈনের বাড়িতে। প্রতীক থাকেন ৭ লাউডন স্ট্রিটের আবাসনে। সূত্রের খবর, দিল্লিতে আর্থিক প্রতারণা মামলায় আই-প্যাকের যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখতেই তল্লাশি অভিযানে নামে ইডি। ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও জিজ্ঞাসাবাদ চলছে।
Aditya Dhar-Vicky Kaushal: বলিউডের জনপ্রিয় তারকা জুটি, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ, অবশেষে তাদের নবজাতক পুত্র সন্তানের নাম ও প্রথম ঝলক বিশ্বের সামনে তুলে ধরেছেন। বুধবার অভিনেতা দম্পতি সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্ট করেন, যেখানে দেখা যায় শিশুটির ছোট্ট হাত ভিকি ও ক্যাটরিনার হাতের উপর আলতোভাবে রাখা। হৃদয়গ্রাহী এই ছবির সঙ্গে তারা ছেলের নাম ঘোষণা করেন- ‘বিহান কৌশল’। ক্যাপশনে তারা লিখেছেন,আমাদের আলোর রশ্মি, বিহান কৌশল। প্রার্থনার উত্তর। জীবন সুন্দর। মুহূর্তের মধ্যে বদলে যায় আমাদের পৃথিবী। এই কৃতজ্ঞতা আমাদের শব্দের বাইরে।” Debolinaa Nandy-Madan Mitra: দেবলীনা নন্দীর স্বাস্থ্যে উদ্বিগ্ন মদন মিত্র, ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ মন্ত্রী? এই নাম ঘোষণার পরই, ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায়। কারণ ভিকির ২০১৯ সালের ব্লকবাস্টার যুদ্ধনাট্য সিনেমা উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক- এ তাঁর চরিত্রের নামও ছিল মেজর বিহান সিং শেরগিল। ভক্তরা সঙ্গে সঙ্গেই এই নামের কাকতালীয় মিল খুঁজে বের করে মন্তব্য করতে শুরু করেন। কেউ লিখেছেন, যে চরিত্র ভিকিকে জাতীয় পুরস্কার এনে দিয়েছিল, সেই নামেই তার ছেলেকে ডাকতে দেখাটা সত্যিই বিশেষ। আবার কেউ মন্তব্য করেন,উরি ভিকির জীবনে অনেক কিছু দিয়েছে- এখন ছেলের নামও তার অংশ! শুধু ভক্তরাই নন, উরি ছবির পরিচালক আদিত্য ধরও নিজের আবেগ প্রকাশ করেছেন। ভিকি-ক্যাটরিনার পোস্টে মন্তব্য করে তিনি লেখেন- অনেক অভিনন্দন! মেজর বিহান শেরগিলকে পর্দায় জীবন্ত করা থেকে, এখন বাস্তবে ছোট বিহানকে কোলে নেওয়া- জীবন যেন পূর্ণ বৃত্তে ফিরে এলো। আপনাদের তিনজনকে ভালোবাসা ও আশীর্বাদ। আপনারা অসাধারণ বাবা-মা হবেন। Sreeleela: ২৪ বছরেই তিন সন্তানের মা! শ্রীলীলার গল্প প্রকাশ্যে আদিত্য ধরের মন্তব্য ভক্তদের আরও আনন্দিত করেছে, কারণ উরি শুধুই ভিকির ক্যারিয়ারের মোড় ঘোরানো ছবি নয়, সেই নাম এখন তার বাস্তব জীবনের অংশ হয়ে গেল। ভিকি এবং ক্যাটরিনা ৯ ডিসেম্বর ২০২১ সালে রাজস্থানে একটি ব্যক্তিগত, রাজকীয় অনুষ্ঠানে বিয়ে করেন। ২০২৫ সালের নভেম্বর মাসে, তারা তাদের প্রথম সন্তানের জন্ম দেন। প্রথমে সন্তানের মুখ না দেখিয়ে তারা প্রাইভেসি বজায় রেখেছিলেন। অবশেষে কয়েক সপ্তাহ পর ছেলের নাম ও ছোট্ট ঝলক শেয়ার করে ভক্তদের অপেক্ষার অবসান ঘটালেন।
ভারতীয়দের ভিসা দেবে না ইউনূসের বাংলাদেশ! পাল্টা জবাব দেবে সরকার?
Visa Service Suspended: ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিল বাংলাদেশ। আপাতত অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কবে থেকে ফের ভিসা দেওয়া হবে, তার উত্তর নেই সে দেশের সরকারের কাছে। সূত্রের খবর, বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার।
ইডি অভিযানের মাঝেই প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী, সঙ্গে নগরপাল
ইডি অভিযানের মাঝেই প্রতীক জৈনের বাড়ি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৭টা ছবি বানিয়ে কোনও পুরস্কার নেই, হতাশ পরিচালক রোহিত শেট্টি!
বছরের পর বছর ধরে বলিউডের চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি, ‘সিংহম’ সহ নানা ছবির মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে এসেছেন। তবে এখনও পর্যন্ত পরিচালক হিসেবে তিনি একটিও পুরস্কার পাননি। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে রোহিত নিজেকে নিয়ে মজার ছলে আত্মসমালোচনা করে বলেন, পুরস্কারের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই।
Main Door Vastu Tips: বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সদর দরজা শুধু মানুষের যাতায়াতের পথ নয়, এটি শক্তিরও প্রধান প্রবেশদ্বার। যে বাড়ির সদর দরজা পরিচ্ছন্ন, আলো-বাতাসপূর্ণ ও সঠিক নিয়মে সাজানো থাকে, সেই বাড়িতে স্বাভাবিকভাবেই শুভ শক্তির প্রভাব বেশি হয়। অন্যদিকে সদর দরজার আশপাশে অযত্ন, নোংরা পরিবেশ বা ভুল বস্তু থাকলে সেখানে নেগেটিভ এনার্জি জমতে শুরু করে, যার প্রভাব পড়ে সংসারের শান্তি, অর্থভাগ্য এবং মানসিক স্বাস্থ্যের ওপর। অনেক সময় দেখা যায়, অকারণে সংসারে অশান্তি, আর্থিক বাধা বা মন ভারী লাগার অনুভূতি তৈরি হচ্ছে। বাস্তু মতে এর অন্যতম কারণ হতে পারে সদর দরজার শক্তি ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। তাই নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি কিছু বিশেষ জিনিস সঠিক স্থানে রাখলে এই সমস্যা অনেকটাই কমে যেতে পারে। আরও পড়ুন- একবার কষ্ট পেলে আর ফিরে তাকান না যে ৫ রাশি, কাঁদানোর ফল হয় ভয়ঙ্কর বাস্তু শাস্ত্রে বলা হয়েছে, রক সল্ট বা খনিজ লবণ অত্যন্ত শক্তিশালী নেগেটিভ এনার্জি শোষক। সদর দরজার পাশে একটি ছোট টুল বা স্ট্যান্ডের ওপর কাচের বাটিতে রক সল্ট রেখে দিলে বাইরে থেকে আসা অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। বিশেষ করে কারও কুনজর বা খারাপ দৃষ্টির প্রভাব থাকলে এই লবণ তা শোষণ করে নেয়। প্রতি শনিবার পুরনো রক সল্ট ফেলে দিয়ে নতুন লবণ রাখলে এর কার্যকারিতা বজায় থাকে। আরও পড়ুন- মৌনী অমাবস্যা কবে, ১৮ না ১৯ জানুয়ারি? এর ধর্মীয় তাৎপর্যর কথা শুনলে আপনিও সঠিক তারিখের খোঁজ করবেন সদর দরজার ওপরে আমপাতা বা গাঁদাফুলের তোরণ ঝোলানো ভারতীয় সংস্কৃতিতে বহু পুরোনো একটি রীতি। এর পিছনে রয়েছে গভীর বাস্তু ও আধ্যাত্মিক ব্যাখ্যা। সবুজ আমপাতা এবং উজ্জ্বল গাঁদাফুল পরিবেশের মধ্যে পজিটিভ ভাইব্রেশন তৈরি করে। মনে করা হয়, এই তোরণ বাড়িতে শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্যের আগমন ঘটায়। বিশেষ উৎসব বা পূজার সময় নয়, চাইলে সারা বছরই এটি ব্যবহার করা যেতে পারে, শুধু নিয়মিত পরিবর্তন করা প্রয়োজন। আরও পড়ুন- বাস্তবের 'সত্যবাদী যুধিষ্ঠির'! পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মিথ্যার আশ্রয় নেন না এই ৪ রাশি বাড়িতে কুনজর বা নজর লাগার প্রভাব অনেক সময় সরাসরি বোঝা যায় না, কিন্তু তার প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে। বাস্তু মতে সদর দরজার সামনে পাতা পাপোশের তলায় ফটকিরির গুঁড়ো রাখলে বাইরে থেকে আসা নেগেটিভ এনার্জি আটকে যায়। এটি এক ধরনের প্রাকৃতিক শক্তি প্রতিরোধক হিসেবে কাজ করে। প্রতি শনিবার পুরোনো ফটকিরি সরিয়ে নতুন ফটকিরি রাখা হলে এই প্রতিকার আরও কার্যকর হয়। আরও পড়ুন- শীতের হিমেল হাওয়ায় সুখ খুঁজে পান, ঠান্ডায় কর্মক্ষমতা বাড়ে এই ৭ রাশির ধন ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর কৃপা পেতে সদর দরজার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তু শাস্ত্রে বলা হয়, সদর দরজার ওপরে ৯টি সিঁদুরের ফোঁটা দিলে লক্ষ্মীদেবী প্রসন্ন হন। এই ফোঁটাগুলি শক্তির প্রতীক হিসেবে কাজ করে এবং বাড়িতে অর্থাভাব, ঋণ বা আর্থিক সংকট দূর করতে সাহায্য করে। বিশ্বাস করা হয়, নিয়ম মেনে এটি করলে সংসারে ধনসম্পদের প্রবাহ বজায় থাকে। বাস্তু প্রতিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সব বাস্তু প্রতিকার তখনই ফলপ্রসূ হয় যখন সদর দরজার স্থানটি পরিষ্কার, আলোযুক্ত ও অপ্রয়োজনীয় জিনিসমুক্ত থাকে। ভাঙা জুতো, পুরনো ঝাঁটা বা অচল জিনিস সদর দরজার কাছে রাখা উচিত নয়। কারণ এগুলি শক্তির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। অতএব, যদি আপনি চান বাড়িতে শান্তি, সুখ ও পজিটিভ এনার্জির পরিবেশ বজায় থাকুক, তাহলে আজ থেকেই সদর দরজার দিকে বিশেষ নজর দিন। সামান্য এই বাস্তু নিয়মগুলি মেনে চললেই ঘরের পরিবেশে ধীরে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে।
Bijoynagarer Hire: সরস্বতী পুজোয় বড় চমক! ফিরছেন কাকাবাবু, মুক্তি পাচ্ছে ‘বিজয়নগরের হীরে
‘বিজয়নগরের হীরে’র সন্ধানে ফিরছেন কাকাবাবু। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত জনপ্রিয় ‘কাকাবাবু’ সিরিজের নতুন ছবি এবার মুক্তি পাচ্ছে সরস্বতী পূজার দিন (Saraswati Puja 2026)। ছবির মুক্তির খবর সামনে আসতেই দর্শকমহলে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা। ‘বিজয়নগরের হীরে’ (Bijoynagarer Hire) সিনেমাটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজের (Kakababu Series) উপন্যাস ‘বিজয়নগরের হীরে’ অবলম্বনে নির্মিত হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ফের একবার রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবুর চরিত্রে অভিনয় করছেন। তাঁর ডাকাবুকো অ্যাকশন এবং বুদ্ধিদীপ্ত চরিত্রায়ন আগের ছবিগুলোর মতোই এবারও দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে। সন্তু চরিত্রে রয়েছেন আরিয়ান ভৌমিক, যিনি আগের তিনটি ছবিতেও এই ভূমিকায় ছিলেন। জোজো চরিত্রে পুষণ দাসগুপ্ত। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী, রাজনন্দিনী পাল,অনুজয় চট্টোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য এবং শ্রেয়া ভট্টাচার্য সহ আরও অনেকে। ‘বিজয়নগরের হীরে’ ছবিটির পরিচালক চন্দ্রাশীষ রায়। আগের তিনটি কাকাবাবু ছবি ‘মিশর রহস্য’ (২০১৩), ‘ইয়েতি অভিযান’ (২০১৭) এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (২০২২) পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এবার পরিচালক বদল হলেও গল্পের রোমাঞ্চ টানটান থাকবে বলেই আশা করছেন দর্শকরা। আরও পড়ুন: দেবলীনা নন্দীর স্বাস্থ্যে উদ্বিগ্ন মদন মিত্র, ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ মন্ত্রী? সম্প্রতি ছবির টিজার প্রকাশ্যে এসেছে, যেখানে হাম্পির ঐতিহাসিক ধ্বংসাবশেষের মাঝে কাকাবাবুর অ্যাকশন দেখে দর্শকরা উত্তেজিত। হাম্পি কর্ণাটকের প্রাচীন নগরী, ১৯৮৬ সালে ইউনেস্কো হাম্পিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। সেই ঐতিহাসিক আবহেই সাজানো হয়েছে কাকাবাবুর নতুন অভিযানের গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো। প্রথমে বড়দিনে মুক্তির কথা থাকলেও পরে তারিখ পিছিয়ে ২০২৬-এর ২৩ জানুয়ারি নিয়ে আসা হয়েছে। সরস্বতী পূজার দিন মুক্তি পাওয়ায় যুব সমাজের কাছে ছবিটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। আরও পড়ুন: জানুয়ারিতেই বাংলা ছবির বড় রিলিজ, মুক্তি পাচ্ছে ‘নারী চরিত্র বেজায় জটিল’, টেক্কা দেবে প্রজাপতি-২ কেও? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, শিশু সাহিত্য নিয়ে আমাদের আরও বেশি বেশি আলোচনার দরকার আছে কারণ শিশু সাহিত্য আমাদের কাছে একটা ভাণ্ডার, বিশেষ করে আমাদের বাংলায়। আমাদের এখানে যা ভান্ডার আছে তা নিয়ে আরও অনেক কাজ করা যায়। কাকাবাবু সিরিজের ভক্তদের জন্য এটি একটি বড় উপহার। প্রসেনজিতের ক্যারিশমা, রোমাঞ্চকর গল্প এবং দুর্দান্ত লোকেশন সব মিলিয়ে ‘বিজয়নগরের হীরে’ টলিউডের ২০২৬-এর বড় রিলিজ হতে চলেছে।
‘উরি’র রেশ টেনেই ছেলের নামকরণ! ভিকি-ক্যাটরিনাকে শুভেচ্ছা আদিত্য ধরের
গত নভেম্বরে জীবনের নয়া ইনিংস শুরু করেছিলেন বলিউডের তারকাদম্পতি।
J P Nadda: আজ বঙ্গে জেপি নাড্ডা, ভোটের মুখে কোন বড় বার্তা?
J P Nadda's Meeting: দু'দিনের বঙ্গ সফরে আসছেন নাড্ডা। বৃহস্পতিবার একাধিক সভা করার কথা রয়েছে তাঁর। সেই সব সভায় তিনি বিজেপির ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন। নাড্ডা জেলার সব সভাপতিদের উদ্দেশে নির্দিষ্ট কিছু বার্তাদেবেন। পাশাপাশি পার্টির বিভিন্ন বিভাগের কার্যকর্তা এবং প্রবাসী কার্যকর্তাদেরও তিনি পরামর্শ দেবেন বলে বিজেপির তরফে বুধবার জানান হয়েছে।
সামনেই বিধানসভা নির্বাচন। রাজ্যে চড়ছে রাজনীতির পারদ। এই আবহে আজ মালদাতে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজকের মঞ্চ থেকে পরিযায়ী ইস্যতে কেন্দ্রকে নিশানা করতে পারেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। প্রায় ৫ হাজার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলবেন তিনি। তাদের সঙ্গে বসেই মধ্যাহ্নভোজে অংশ নেবেন তৃণমূলের সেনাপতি। একই সঙ্গে গোষ্ঠী কোন্দল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তিনি। পাশাপাশি SIR ইস্যুতে আজকের সভা থেকে কেন্দ্র ও কমিশনকে নিশানা করতে পারেন অভিষেক। 'মেসির চেয়েও ভালো ড্রিবলিং জানেন মুখ্যমন্ত্রী',SIR ইস্যুতে মমতাকে নিশানা শমীকের দক্ষিণ দিনাজপুর সফরে গিয়ে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের খাসতালুক বলেই পরিচিত এই জেলায় অভিষেকের সফর ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। বুধবার বালুরঘাট ব্লকের পরিযায়ী শ্রমিক অসিত সরকার ও গৌতম বর্মণের বাড়িতে যান অভিষেক। মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে কাজ করার সময় বাংলাদেশি সন্দেহে তাঁদের গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। প্রায় সাত মাস জেল খাটার পর অভিষেকের হস্তক্ষেপেই তাঁদের মুক্তি মেলে এবং তাঁরা গত বছরের শেষদিকে বাড়ি ফেরেন। অভিষেকের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণেই তাঁদের হেনস্থা ও মারধর করা হয় বাংলাদেশি বলে তাদের গ্রেফতার করা হয়। জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়? এই ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, দক্ষিণ দিনাজপুরের সাংসদ হওয়া সত্ত্বেও সুকান্ত মজুমদার ওই দুই শ্রমিকের পাশে দাঁড়াননি। তিনি চাইলে মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্ব বা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত মুক্তির ব্যবস্থা করতে পারতেন বলে মন্তব্য করেন অভিষেক। অন্যদিকে, অসিত সরকার ও গৌতম বর্মণও অভিযোগ করেন, বন্দিদশায় বিজেপির তরফে কোনও সাহায্য পাননি তারা। পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের প্রসঙ্গ টেনে অভিষেক বীরভূমের সুনালি খাতুন ও মুর্শিদাবাদের জুয়েল রানার ঘটনার কথাও তুলে ধরেন। তাঁর দাবি, গত ছয় থেকে আট মাসে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রায় ১,২০০টি অভিযোগ রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডে জমা পড়েছে। হার্ভার্ড থেকে হিমালয় পর্যন্ত ছিল অবাধ বিচরণ, কে ছিলেন মাধব গাডগিল? মৃত্যুতে শোকস্তব্ধ দেশ দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি উত্তর দিনাজপুরের ইটাহারে রোড শো ও জনসভায় অংশ নেন অভিষেক। পরে মালদায় পৌঁছে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। তৃণমূল সূত্রে খবর, প্রাক-নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে মালদায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড় সভা করবেন অভিষেক, যেখানে প্রায় পাঁচ হাজার শ্রমিকের উপস্থিতি থাকার কথা। দলীয় নেতৃত্বের মতে, আসন্ন বিধানসভা ভোটে পরিযায়ী শ্রমিক ইস্যুকেই অন্যতম প্রধান হাতিয়ার করতে চলেছে তৃণমূল।
Winter Weather: কনকনে ঠান্ডায় জমে যাচ্ছে হাত-পা, এবার কি সত্যি বরফ পড়বে?
Kolkata Cold Weather: কনকনে শীতে কিছুটা হলেও কাটছাঁট হয়েছে। একদিনে এক ডিগ্রির বেশি তাপমাত্রা বাড়ল কলকাতায়। আজ, বৃহস্পতিবার১১.৬ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে আলিপুরের পারদ। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
জমজমাট ‘সংবাদ প্রতিদিন সহজ পাঠ ২০২৬’, ‘কাজে লাগাও মগজাস্ত্র’, পড়ুয়াদের বার্তা টোটার
উদ্বোধন করলেন বিশিষ্ট অভিনেতা টোটা রায়চোধুরী।
Madhav Gadgil Passed Away: প্রয়াত পরিবেশবিদ মাধব গডগিল। বুধবার রাতে পুনেতে ৮৩ বছর বয়সে প্রয়াত হন তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাডগিল। তাঁর প্রয়াণে দেশের পরিবেশ ও বিজ্ঞান মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। Murshidabad News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের বাস্তব রূপ! ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি মাধব গাডগিল ছিলেন পশ্চিমঘাট পরিবেশ বিশেষজ্ঞ প্যানেলের (WGEEP) সভাপতি, যা সাধারণত ‘গাডগিল কমিশন’ নামেই পরিচিত। পশ্চিমঘাটের পরিবেশগত সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিয়ে এই কমিশনের রিপোর্ট ভারতীয় পরিবেশ নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। যদিও ওই রিপোর্টের কিছু সুপারিশকে অত্যন্ত কঠোর বলে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ১৯৪২ সালে জন্ম নেওয়া মাধব গাডগিল বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। দীর্ঘদিন তিনি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে (IISc) অধ্যাপনা করেন। গবেষক ও শিক্ষাবিদ হিসেবে তাঁর অবদান যেমন উল্লেখযোগ্য, তেমনই ভারতের পরিবেশ আন্দোলনকে সংগঠিত ও দিশা দেখানোর ক্ষেত্রেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১০ সালে পরিবেশ ও বন মন্ত্রকের উদ্যোগে তাঁর নেতৃত্বে গঠিত হয় পশ্চিমঘাট পরিবেশ বিশেষজ্ঞ প্যানেল। ২০১১ সালে জমা দেওয়া ওই রিপোর্টে খনন ও ভারী শিল্পে নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণে বিধিনিষেধ এবং বন ব্যবস্থাপনায় স্থানীয় মানুষের অংশগ্রহণের মতো একাধিক সুপারিশ করা হয়। পরিবেশ রক্ষার স্বার্থে কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে গাডগিল বারবারই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। মাধব গাডগিলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, গাডগিল ছিলেন এক অসাধারণ বিজ্ঞানী, প্রতিষ্ঠান নির্মাতা ও দেশগঠক। আধুনিক বিজ্ঞান ও প্রথাগত জ্ঞানের মধ্যে সেতুবন্ধন তৈরিতে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক। সাইলেন্ট ভ্যালি আন্দোলন, বস্তারের অরণ্য সংরক্ষণ এবং পশ্চিমঘাট সংরক্ষণ সংক্রান্ত রিপোর্টে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন তিনি। 'মেসির চেয়েও ভালো ড্রিবলিং জানেন মুখ্যমন্ত্রী',SIR ইস্যুতে মমতাকে নিশানা শমীকের পরিবেশ সংরক্ষণে আজীবন কাজের স্বীকৃতি হিসেবে মাধব গাডগিল বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে ২০১৫ সালে প্রাপ্ত আন্তর্জাতিক ‘টাইলার পুরস্কার’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর প্রয়াণে ভারতীয় পরিবেশ আন্দোলনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের পরিবেশ আন্দোলনে তাঁর অবদান চিরকাল স্মরনীয় হয়ে থাকবে। মাধব গাডগিল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে (IISc) তিনি সেন্টার ফর ইকোলজিক্যাল সায়েন্সেস প্রতিষ্ঠা করেন এবং ভারতের জীববৈচিত্র্য আইন তৈরির প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২৪ সালে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) তাঁকে ‘চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ’ সম্মানে ভূষিত করে। UNEP তাঁকে ‘জনগণের বিজ্ঞানী’ হিসেবে আখ্যা দেয়, যিনি গবেষণাগারের গণ্ডি পেরিয়ে বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। প্রবীণ পরিবেশবিদ মাধব গাডগিল তাঁর যুগান্তকারী গাডগিল রিপোর্ট (২০১১) এর জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। ওই প্রতিবেদনে তিনি সতর্ক করেছিলেন যে পশ্চিমঘাটের সংবেদনশীল অঞ্চলে অনিয়ন্ত্রিত নির্মাণ ও প্রকল্প বাস্তবায়ন করলে পরিবেশের জন্য বিপর্যয় ঘটবে। তার এই সতর্কবার্তার বাস্তবতার প্রমাণ মিলেছে ২০২৪ সালে কেরালার ওয়ানাডে, যেখানে এক বিশাল ভূমিধসে শত শত মানুষের মৃত্যু হয়েছে। বহু বছর আগে গাডগিল পশ্চিমঘাটের ওই অংশকে “পরিবেশগতভাবে সংবেদনশীল” ঘোষণা করার সুপারিশ করেছিলেন, যা তখন সরকারের পক্ষ থেকে “উন্নয়নবিরোধী” হিসেবে বাতিল করা হয়েছিল। আরও পড়ুন- জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়?
US Tariff |রুশ তেল কিনলেই ৫০০ শতাংশ ‘শুল্কবোমা’! নয়া বিলে অনুমোদন ট্রাম্পের, চাপে ভারত?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া থেকে তেল (Russian oil) কেনার জন্য ভারতের (India) উপর চরম আর্থিক দাওয়াই প্রয়োগ করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! রুশ তেল আমদানিকারক দেশগুলির উপর ৫০০ শতাংশ পর্যন্ত চড়া শুল্ক (US Tariff) চাপানোর একটি বিলে সম্প্রতি অনুমোদন দিয়েছেন তিনি। এর ফলে ভারতের পাশাপাশি চিন (China), ব্রাজিলের (Brazil) মতো দেশগুলি, যারা বর্তমানে […] The post US Tariff | রুশ তেল কিনলেই ৫০০ শতাংশ ‘শুল্কবোমা’! নয়া বিলে অনুমোদন ট্রাম্পের, চাপে ভারত? appeared first on Uttarbanga Sambad .
রবিবার তো ছুটি থাকে, সেদিন বাজেট পেশ হবে?
Union Budget 2026: রীতি মেনে রবিবারই পেশ হবে বাজেট। ১ ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। এই বছর ১ ফেব্রুয়ারি রবিবার পড়ায়, জল্পনা তৈরি হয়েছিল যে ওই দিন বাজেট পেশ হবে নাকি একদিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন।
হোটেলে ডেকে নাবালিকা শুটারের যৌন হেনস্তা! বরখাস্ত জাতীয় দলের কোচ
বক্সিংয়ের পর এবার শুটিংয়েও যৌন হেনস্তার করাল ছায়া।
Balurghat: ব্যথার ট্যাবলেট নিয়ে বাসস্ট্যান্ডেই যা করছিলেন মা-ছেলে! ধরা পড়ার পর হতভম্ব সকলেই
Balurghat: মমতাজ ও তাঁর ছেলে দীর্ঘদিন ধরে বালুরঘাট শহরের কবিতীর্থ ক্লাব সংলগ্ন এলাকায় ভাড়া থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। এই চক্রে আর কে বা কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
SIR Notice: এবার শুনানিতে ডাক পড়ল কলকাতার প্রাক্তন CP ও তাঁর ছেলের
Kolkata: কমিশন সূত্রে খবর, প্রসূন এবং রণজিৎ-এর নাম ২০০২ এর তালিকায় নেই। সেই কারণেই তাঁদের নোটিস পাঠানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। রণজিত জানিয়েছেন যে, ২০০২ সালে তাঁর বাবা উত্তরবঙ্গে পোস্টিং ছিলেন। সেই কারণে সম্ভবত তালিকায় নাম নেই। ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি IG পদে কর্মরত ছিলেন। সেই কারণেই সম্ভবত নাম নেই।
সল্টলেকে আইপ্যাকের দপ্তরে ইডি হানা, তল্লাশি অভিযান প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও
পুরানো একটি মামলায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
Murshidabad Body Recovered: সামসেরগঞ্জের তারাপুর হাসপাতালের পেছনের বাগান থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃতদেহের পাশেই আতঙ্কিত অবস্থায় উদ্ধার হয়েছে তারই তিন বছরের জীবিত পুত্র সন্তানকে। বৃহস্পতিবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তারাপুর হাসপাতাল সংলগ্ন পিছনের বাগান থেকে।
আগের রিপোর্টে বলা হয় অডিও এডিট হয়ে থাকতে পারে।
রুশ তেল কেনায় ৫০০ শতাংশ শুল্কের খাঁড়া! ভারতের উপর চাপ বাড়িয়ে নয়া বিলে অনুমোদন ট্রাম্পের
এই বিল পাশ হলে ধাক্কা খাবে চিনও।
West Bengal News Today Live: মালদহে আজ সভা অভিষেকের, পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন কোনও বার্তা?
Breaking News in Bengali Live Updates: রাজ্যের এ প্রান্ত থেকে অন্যপ্রান্তে সভা করছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। তবে শুধু রাজনৈতিক প্রচার নয়, একই সঙ্গে চলছে এসআইআর-এর শুনানিও। আজ সারাদিন কী হয়, নজর থাকবে সেখানেও...
Newtown Fire: নিউটাউনে অফিসের দরজা খুলতেই বেরিয়ে এল আগুনের শিখা, তারপরই….
Newtown Fire: দিন সকাল সাতটা নাগাদ আগুন লাগে নিউটাউনের থাকদাঁড়ির সিনার্জি বিল্ডিংয়ে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বিল্ডিংয়ে একটি বেকারি রয়েছে। সেখান থেকেই আগুন লাগে। আইজিপি কেক-র অফিস রয়েছে প্রথম তলায়।
কোনও ক্যাটাগরিতে ‘অযোগ্য’? এসএসসিকে ‘দাগি’দের সম্পর্কে স্পষ্ট তথ্য প্রকাশের নির্দেশ হাই কোর্টের
এসএসসির প্রকাশিত ১ হাজার ৮০৬ জন 'অযোগ্য' প্রার্থীর পূর্ণাঙ্গ নথি-সহ তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
US Tariff: ৫০-এ শান্তি নেই, ভারতের উপরে এবার ৫০০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা?
US Tariff on India: যদি এই বিল পাশ হয়, তবে ট্রাম্পের হাতে অপরিসীম ক্ষমতা চলে আসবে। ভারত, চিন ও ব্রাজিলের উপর নিষেধাজ্ঞা বা চড়া শুল্ক চাপাতে পারবে। এই সবই করবেন যাতে রাশিয়ার কাছ থেকে এতদিন কম দামে তেল কিনছিল ভারত সহ অন্যান্য দেশ, তারা যাতে আর তেল না কেনে।
চোখের নিমেষে আগুনে পুড়ে ছাই মাথা গোঁজার ঠাঁই, শীতের রাতে গৃহহীন শতাধিক পরিবার
গতকালের পর ফের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার ভোরে নিউটাউনের একটি বহুতলের একাংশে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বহুতলের একটি অংশে একটি বেসরকারি সংস্থার অফিস রয়েছে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন।ভোরবেলায় বহুতলের উপরের তলার কয়েকটি জানলা দিয়ে কালো ধোঁয়া বেরোতে দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। উচ্চারণেই হোঁচট, মোহনবাগান, ইস্টবেঙ্গলের কাছে কেন্দ্রীয় ক্রিড়ামন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি তুলল তৃণমূল এদিকে ইএম বাইপাস সংলগ্ন নোনাডাঙা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল কলকাতায়। বুধবার সন্ধ্যায় আচমকাই আগুন ছড়িয়ে পড়ে আনন্দপুর এলাকার ওই বস্তিতে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়। শীতের সন্ধ্যায় ভিটেমাটি হারিয়ে শতাধিক পরিবার কার্যত গৃহহীন হয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ বুধবার গভীর রাত পর্যন্ত নিশ্চিত করা যায়নি। অধিকাংশ ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় আগুনের উৎসস্থল চিহ্নিত করতে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করবে বলে জানানো হয়েছে। Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং রাজ্যের মন্ত্রী জাভেদ খান। পুলিশ কমিশনার জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আপাতত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মনোজ ভার্মা বলেন, ‘‘বুধবার সন্ধ্যা প্রায় ৬টা ২০ মিনিট নাগাদ আনন্দপুর বস্তিতে আগুন লাগার খবর আসে। পুলিশ, দমকল এবং কলকাতা পুরসভার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। ফরেনসিক দল আসার পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে।’’ তিনি আরও জানান, প্রায় একশোটি বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। চোখের সামনে সবকিছু পুড়ে যেতে দেখে বস্তির বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আগুনের মধ্যে ঢুকে কোনওমতে প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা করেন। বহু মানুষ কান্নায় ভেঙে পড়েন। বাসিন্দাদের দাবি, এই ঘটনায় কেউ আটকে পড়েননি এবং সকলেই নিরাপদ রয়েছেন। উল্লেখ্য, প্রায় এক মাস আগেই আনন্দপুর এলাকার গুলশন কলোনিতে একটি রঙের গুদামে আগুন লাগে। তারও আগে কাঁকুড়গাছিতে অক্সিজেন সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল। পরপর এই ধরনের অগ্নিকাণ্ডে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। Murshidabad News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের বাস্তব রূপ! ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি
আমরা একটু মানবিক হতে পারি না…! পথকুকুর নিয়ে সুপ্রিম পর্যবেক্ষণের পরই আর্জি সোনু সুদের
পথকুকুরদের জন্য বিশেষ আর্জি জানালেন অভিনেতা সোনু সুদ।
Alipurduar |ঘন কুয়াশায় পথ ভুলল গন্ডার! জলদাপাড়া থেকে লোকালয়ে ঢুকে তাণ্ডবে চরম আতঙ্ক
শালকুমারহাট: রাতভর ঘন কুয়াশার দাপট, আর সেই সুযোগেই জলদাপাড়া জাতীয় উদ্যান (Jaldapara National Park) থেকে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ল একটি গন্ডার (Rhino)। বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার-১ (Alipurduar) ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া গ্রামে গন্ডারটি ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গ্রামে দাপিয়ে বেড়ায় বুনোটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের পাশ দিয়ে […] The post Alipurduar | ঘন কুয়াশায় পথ ভুলল গন্ডার! জলদাপাড়া থেকে লোকালয়ে ঢুকে তাণ্ডবে চরম আতঙ্ক appeared first on Uttarbanga Sambad .
অ্যাশেজের পঞ্চম ম্যাচও পরাস্ত ইংল্যান্ড, লজ্জার হারে খাদের কিনারে ম্যাকালামের বাজবল
এবার কি চাকরি যাবে ইংল্যান্ডের কোচের?
Balurghat: উত্তরবঙ্গে যখন অভিষেক, সেই সময়ই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
South Dinajpur: এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাম, কংগ্রেস, তৃণমূল ও নির্দল থেকে প্রায় ৮০ টি পরিবার বিজেপিতে যোগদান করল। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি দেবশ্রী চৌধুরী, বিজেপির জেলা সম্পাদক রজত ঘোষ সহ অন্যান্যরা।
কংগ্রেস পশ্চিমবঙ্গে এখনও বেঁচে রয়েছে। মৌসম বেনজির নুরের তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরার লগ্নে এই বার্তাটি দিয়েছেন রাহল গান্ধির ঘনিষ্ঠ জয়রাম রমেশ। কথাটি শুনতে যতটা ভালো, বাস্তবে ততটা কার্যকর কি না, সংশয় আছে। মৌসম এলেই বাংলায় কংগ্রেসের ভাগ্য ফিরবে, পরিস্থিতি একেবারেই তা নয়। তবুও লাগাতার হারের মাঝে বঙ্গীয় কংগ্রেস নেতা-কর্মীদের কাছে নতুন স্বপ্ন তো বটে। প্রদেশ […] The post টিকে থাকার লড়াই appeared first on Uttarbanga Sambad .
পাখির চোখ বিধানসভা নির্বাচন, 'করো ইয়া মরো’ নয়া স্ট্র্যাটেজি বিজেপির, মোদী-শাহের পর রাজ্যে নাড্ডা
আজ থেকেই দু’দিনের সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই তাঁর এই সফর। দলীয় সূত্রে জানা গিয়েছে, সফরকালে তিনি রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে অংশ নেবেন। বিভিন্ন জেলার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং সাংগঠনিক শক্তি আরও মজবুত করার লক্ষ্যে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে কার্যত ‘করো ইয়া মরো’ বার্তা দিয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, এ বার সুযোগ হাতছাড়া হলে আগামী দিনে বাংলায় বিজেপির জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। সেই কারণেই একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার কৌশল নিয়ে মাঠে নেমেছে গেরুয়া শিবির। একদিকে যেমন নজর দেওয়া হয়েছে সংগঠন মজবুত করার দিকে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণে নেমেছে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বাংলা সফরের পর এবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার থেকে দু’দিনের সফরে তিনি পশ্চিমবঙ্গে থাকবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই সফরে নাড্ডা বিভিন্ন জেলা সভাপতি, বিভিন্ন বিভাগের কনভেনর বঙ্গ বিজেপির শীর্ষ কার্যকর্তা’দের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। Murshidabad News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের বাস্তব রূপ! ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি বিজেপির লক্ষ্য বুথ স্তর পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী করা। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বুথে অন্তত পাঁচজনের একটি সক্রিয় দল তৈরি করা হবে, যারা ওই বুথের আওতাধীন ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। এই দলগুলির দায়িত্ব হবে মমতা সরকারের ব্যর্থতা তুলে ধরা এবং একই সঙ্গে কেন্দ্র সরকারের সাফল্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি মূলত তিনটি ইস্যুকে পাখির চোখ করেছে। দুর্নীতি, অনুপ্রবেশ এবং বেকারত্ব। কী ধরনের কর্মসূচি নেওয়া হবে এবং কীভাবে সাধারণ মানুষের সামনে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরা হবে, তা নিয়েও আলোচনা হবে। পাশাপাশি নাড্ডা চিকিৎসকদের একটি প্রতিনিধিদলের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বিভিন্ন পেশা ও সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোই বিজেপির এই কর্মসূচির মূল লক্ষ্য। এদিকে, দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে যে, এ বারের বিধানসভা নির্বাচনে বিজেপি কোনও মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা না করেই লড়াইয়ে নামতে পারে। দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, বিজেপির মুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের প্রতীক পদ্মফুল। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, সব স্থানীয় নেতাকে একসঙ্গে কাজ করতে হবে। প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে এবং পরবর্তী সময়ে সেই অনুযায়ী পারফরম্যান্সের মূল্যায়নও করা হবে। পাশাপাশি অন্য রাজ্য থেকেও অভিজ্ঞ কর্মীদের বাংলার বিভিন্ন এলাকায় দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। SIR-এ নাম বাদ? কীভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? জানিয়ে দিলেন শুভেন্দু
এসআইআর প্রক্রিয়া চলাকালীনই শিলিগুড়ির এসডিও অফিসে আগুন, বহু নথি পুড়ে যাওয়ার শঙ্কা
পুড়ে গিয়েছে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস।
চম্পক সাহা মনের শক্তি, প্রখর মেধা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কোনও শারীরিক প্রতিবন্ধকতাকে তুচ্ছ করা যায়- তার জীবন্ত প্রমাণ স্টিফেন উইলিয়াম হকিং। তিনি কেবল বিশ শতকের শেষভাগ এবং একুশ শতকের শুরুর দিকের একজন শ্রেষ্ঠ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ছিলেন না; তিনি ছিলেন আশা, অধ্যবসায় এবং অজানাকে জানার এক অফুরন্ত প্রেরণা। হকিংয়ের জীবন ও কাজ আমাদের […] The post অদম্য মনের অনন্য জয়গান appeared first on Uttarbanga Sambad .
মৌলবাদ যখন রাজনীতির দাবার ঘুঁটি
রুদ্র সান্যাল মৌলবাদ কোনও স্বতঃস্ফূর্ত সামাজিক বিকৃতি নয়; এটি প্রায়শই রাজনৈতিক প্রয়োজন, ক্ষমতার হিসাব ও কর্তৃত্ব কায়েমের কৌশল থেকে জন্ম নেয়। ইতিহাসের দিকে তাকালেই দেখা যায়—ধর্ম, জাতি বা সংস্কৃতির নামে যে উগ্রতা সমাজকে গ্রাস করে, তার পেছনে সক্রিয় থাকে সংগঠিত রাজনীতি। মানুষের ভয়, ক্ষোভ ও অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে রাজনৈতিক শক্তি নিজেদের উদ্দেশ্য পূরণ করে; […] The post মৌলবাদ যখন রাজনীতির দাবার ঘুঁটি appeared first on Uttarbanga Sambad .
ভোটমুখী বঙ্গে মোদীর ঢালাও উপহার, আগামী সপ্তাহেই রাজ্যে প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিভিন্ন প্রান্তে মোট ১৩টি নতুন ট্রেনের সূচনা করতে চলেছেন। এর মধ্যে অন্যতম আকর্ষণ দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, এই ১৩টির মধ্যে ১০টি ট্রেনের সূচনা হবে ভোটমুখী পশ্চিমবঙ্গে এবং বাকি তিনটি চালু হবে অসম থেকে, যেখানে শীঘ্রই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে? টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর, আগামী ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন। একই দিনে মালদা থেকে ছ’টি অমৃত ভারত ট্রেনেরও সূচনা করবেন তিনি। মালদায় একটি জনসভাতেও ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরের দিন, অর্থাৎ ১৮ জানুয়ারি, অসম থেকে দুটি অমৃত ভারত ট্রেন এবং পশ্চিমবঙ্গ থেকে আরও তিনটি অমৃত ভারত ট্রেনের সূচনা করার কর্মসূচি রয়েছে তাঁর। কমিশনের আতসকাঁচের নিচে ৯৫ লক্ষ ভোটার, বাংলায় আরও নাম বাদ? তুঙ্গে তরজা রেল আধিকারিকদের মতে, সাম্প্রতিক সময়ে এত অল্প সময়ের ব্যবধানে পশ্চিমবঙ্গ থেকে এতগুলি নতুন ট্রেনের সূচনা এই প্রথম। এক রেল আধিকারিক জানান, পশ্চিমবঙ্গ থেকে যে অমৃত ভারত ট্রেনগুলি চালু হবে, সেগুলি দেশের উত্তর, দক্ষিণ ও পশ্চিম ভারতের বিভিন্ন প্রান্তে সংযোগ স্থাপনে বড় ভূমিকা নেবে। অমৃত ভারত ট্রেনগুলি মূলত গরিব ও মধ্যবিত্ত যাত্রীদের কথা মাথায় রেখে চালু করা হচ্ছে, যেখানে সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি আধুনিক ও আরামদায়ক পরিষেবা মিলবে। পরিকল্পনা অনুযায়ী, অসম থেকে একটি অমৃত ভারত ট্রেন গুয়াহাটি থেকে হরিয়াণার রোহতক পর্যন্ত চলবে এবং আর একটি ট্রেন চলবে ডিব্রুগড় থেকে লখনউ পর্যন্ত। পশ্চিমবঙ্গ থেকে যে অমৃত ভারত ট্রেনগুলি চালু হবে, সেগুলি হল নিউ জলপাইগুড়ি-নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি–তিরুচিরাপল্লি, আলিপুরদুয়ার–বেঙ্গালুরু, আলিপুরদুয়ার–পানভেল, বালুরঘাট–বেঙ্গালুরু, রাধিকাপুর–বেঙ্গালুরু, সাঁতরাগাছি (কলকাতা)–তাম্বরম, হাওড়া–আনন্দ বিহার (দিল্লি) এবং শিয়ালদহ–বারাণসী। জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়? রেল সূত্রে আরও জানানো হয়েছে, দীর্ঘ দূরত্বে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা বেশি হওয়ায় অমৃত ভারত ট্রেনের সংখ্যা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই সংশ্লিষ্ট জোনাল রেলওয়ে প্রতিটি পরিষেবার ভাড়া ঘোষণা করবে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে এতগুলি আধুনিক ট্রেনের সূচনা কেন্দ্রের তরফে রাজ্যের পরিবহণ পরিকাঠামো উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ারই একটি বার্তা। SIR-এ নাম বাদ? কীভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? জানিয়ে দিলেন শুভেন্দু
শিখ ধর্মগুরুকে নিয়ে অবমাননাকর মন্তব্য! অতিশীকে গ্রেপ্তারের দাবি বিজেপির, চাপে আপ
আপের দাবি, বায়ু দূষণ থেকে জনগনের নজর সরাতেই এই অভিযোগ।
‘নারী চরিত্র বেজায় জটিল…’এই কথাটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য স্মৃতি। কিশোর কুমারের কণ্ঠে আর উত্তম কুমারের অপূর্ব অভিব্যক্তিতে ‘ওগো বধূ সুন্দরী’ ছবির সেই গান আজও জনপ্রিয়। এই গানের কথা ধরেই ‘নারী চরিত্র বেজায় জটিল’ (Nari Choritro Bejay Jotil) সিনেমা বানিয়েছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আগামীকাল, ৯ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। মুক্তির আগেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও আলোচনা। ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে চলছে আলোচনা। অনেকে বলছেন, সাম্প্রতিক সময়ে নারীকে কেন্দ্র করে এমন গল্প বড় পর্দায় খুব বেশি দেখা যায় না, তাই ছবিটি নতুন ভাবনার জায়গা তৈরি করবে। চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে দারুণ আলোচনার জন্ম দিয়েছে আসন্ন বাংলা ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’–এর অফিসিয়াল ট্রেলার। এই ছবির ট্রেলারে বিশেষভাবে নজর কাড়ে কেন্দ্রীয় চরিত্র ঝন্টু, যার চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। জীবনের বিভিন্ন নারী চরিত্রকে বুঝতে গিয়ে তিনি পড়েন একের পর এক বিব্রতকর ও মজার ঘটনার মুখে। আরও পড়ুন: কৃষ্ণের বাঁশির মতো ডাক দেয় জয়দেব! কেন প্রতি বছর ছুটে যান বগা তালেব? নারী-পুরুষের সম্পর্ক, ভুল বোঝাবুঝি আর মানসিকতার দোলাচলকে হাসির মোড়কে তুলে ধরাই যেন ছবির মূল উদ্দেশ্য। নির্মাতাদের মতে, এটি “নারীকে জটিল বলা” নয়, বরং সমাজে যুগযুগ ধরে চলা চিন্তাধারা নিয়ে মজার ছলে প্রশ্ন করা। ঈশ্বরের কাছে প্রার্থনা অভিনেতার! অঙ্কুশ হাজরা সপ্রতি ফেসবুক পোষ্টে ছবির ট্রেলিরটি শেয়ার করে লেখেন, ‘ঠাকুর, পৃথিবীর সমস্ত জটিল মহিলাদের সরল বানিয়ে দাও।’ এটি আসলের ছবির সংলাপ। যা ঘিরেই সামাজিক মাধ্যমে নানামুখী আলোচনা ও বিতর্কও চলছে। তবে দর্শকদের বড় অংশ সংলাপটিকে মজা হিসেবে নিয়েছেন। কেউ লিখছেন, ‘সংলাপটা শুনেই ছবির হাস্যরসের স্বাদ পাওয়া যাচ্ছে’, আবার কেউ বলছেন, ‘এই লাইনটাই সিনেমাটিকে ভাইরাল করার জন্য যথেষ্ট।’ আরও পড়ুন: দাম্পত্যে ভাঙন, ৫ বছর পর আবার প্রাক্তন স্ত্রীর সঙ্গেই প্রেম! সম্পর্কের পাঠ পড়ালেন গুলশন ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমাটি নিয়ে ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) সোশ্যাল মিডিয়া একটি পোস্ট শেয়ার করেছেন। যা এখন চলচ্চিত্রপ্রেমীদের এক নতুন মাত্রা যোগ করেছে। অভিনেত্রী লিখছেন, “নারী চরিত্র বেজায় জটিল সিনেমা হ আসছে ৯ জানুয়ারি ২০২৬। নতুন বছর আনন্দ করে সপরিবারে দেখার মতো একটি বাংলা ছবি দিয়ে শুরু হোক ? কি বল ?”
SIR |শুনানিতে সশরীরে হাজিরা নয়! ভিনরাজ্যে থাকা ভোটারদের জন্য বিকল্প পরিকল্পনা কমিশনের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কর্মসূত্রে বা পড়াশোনার খাতিরে রাজ্যের বাইরে থাকা ভোটারদের জন্য নয়া পরিকল্পনা নির্বাচন কমিশনের (Election Commission)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) পর্বের দ্বিতীয় ধাপে শুনানির জন্য ভিনরাজ্য থেকে সশরীরে হাজির হতে হবে না পরিযায়ী শ্রমিক বা প্রবাসীদের (Migrant Workers)। ডিজিটাল মাধ্যমেই সম্পন্ন করা যাবে যাবতীয় প্রক্রিয়া। এমনই পরিকল্পনার কথা জানা গিয়েছে […] The post SIR | শুনানিতে সশরীরে হাজিরা নয়! ভিনরাজ্যে থাকা ভোটারদের জন্য বিকল্প পরিকল্পনা কমিশনের appeared first on Uttarbanga Sambad .
Kranti Gaud Father Job: গর্ব করার মতো মেয়ে! বিশ্বজয় করে ফেরালেন বাবার চাকরি
Kranti Goud: কথা দিয়ে কথা রাখলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। আরও একবার তার মানবিক রূপটা দেখল গোটা রাজ্য। ক্রান্তি গৌড়ের বাবা মুন্না সিং গত ১৩ বছর ধরে চাকরি জীবনে বরখাস্ত ছিলেন। ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ (Women’s ODI World Cup 2025) জেতার পর মোহন যাদব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্রান্তির বাবার চাকরি ফিরিয়ে দেবেন। অবশেষে সেই প্রতিশ্রুতি পালন করলেন তিনি। Indian Women Cricket Team: বিশ্বকাপ জয়ের পরও হবে না ভিকট্রি প্যারেড! মহিলাদের জন্য় আলাদা নিয়ম? চাকরি ফেরত পেলেন মুন্না সিং মধ্যপ্রদেশের মহিলা ক্রিকেটার ক্রান্তি গৌড়কে দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। ক্রান্তির বাবার চাকরি আবারও ফিরিয়ে দিলেন তিনি। উল্লেখ্য, গত সোমবার থেকে মুন্না সিং আবারও নিজের চাকরিতে যোগ দিয়েছেন। এমন সিদ্ধান্তের কারণে ক্রান্তির পরিবারে আগের তুলনায় এখন কিছুটা হলেও বেশি স্বচ্ছলতা এসেছে। Indian Women Cricket Team News: হরমনপ্রীতদের নিয়ে 'বড় কথা' রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর, শুনলে গর্বিত হবেন আপনিও! সাম্মানিক অনুষ্ঠানে দিয়েছিলেন প্রতিশ্রুতি এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয় করার পর দেশের প্রায় প্রত্যেকটি রাজ্যই ভারতীয় মহিলা ক্রিকেটারদের সম্মান জানিয়েছে। এই তালিকায় ব্যতিক্রম নয় মধ্যপ্রদেশও। ক্রান্তির জন্য প্রস্তুত একটি সাম্মানিক অনুষ্ঠানে মোহন যাদব কথা দিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট দলের এই মহিলা পেসারের বাবাকে পুনরায় চাকরিতে বহাল করা হবে। এতদিনে সেই প্রতিশ্রুতি পালন করলেন তিনি। ক্রান্তি গৌড়ের বাবা মা ১৩ বছর ধরে ছিলেন বরখাস্ত মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে রাজ্য পুলিশের সদর দপ্তরে পুনরায় নিয়োগ করা হয় ক্রান্তি গৌড়ের বাবাকে। মধ্যপ্রদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি করতেন মুন্না সিং। শোনা যায়, কাজে গাফিলতির কারণেই তাঁকে বরখাস্তচ করা হয়েছিল। গত ১৩ বছর ধরে এই মামলা চলে। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পুনরায় চাকরিতে বহাল করা হয় ক্রান্তির বাবাকে। Shafali Verma Captain: বিশ্বকাপ জিততেই খুলল কপাল, অধিনায়ক হলেন ভারতের তারকা ক্রিকেটার স্বপ্ন সফল হল ক্রান্তির মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের কারণে গৌড় পরিবারে শুধুমাত্র আর্থিক স্বচ্ছলতাই ফিরে এল না, ক্রান্তির স্বপ্ন এতদিনে পূরণ হল। মূলত তাঁর জন্যই মুন্না সিংকে এই চাকরি ফিরিয়ে দেওয়া হয়। ক্রান্তি মূলত ছতরপুরের বাসিন্দা। ভারতীয় মহিলা ক্রিকেট দলে নিয়মিত খেলেন তিনি।
বিরাট ধাক্কা ভারতের, চোটের জন্য কিউয়ি সিরিজে নেই তারকা ব্যাটার! বিশ্বকাপে খেলা নিয়েও সংশয়
শীঘ্রই পরিবর্ত ঘোষণা করবে বিসিসিআই।
Amartya Sen: নোবেলজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার আওতায় নির্বাচন কমিশনের তরফে একটি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সংশ্লিষ্ট বিএলও শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে গিয়ে ওই নোটিশ পৌঁছে দেন। নোটিশে অমর্ত্য সেনের বয়স সংক্রান্ত তথ্য নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করা হয়েছে।কমিশনের দাবি, তাঁর জমা দেওয়া ফর্ম অনুযায়ী অমর্ত্য সেন ও তাঁর মায়ের বয়সের পার্থক্য মাত্র ১৫ বছর, যা সাধারণভাবে প্রত্যাশিত নয়। এই কারণেই ভোটার তালিকা সংক্রান্ত নথি যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে। অমর্ত্য সেনের আত্মীয় শান্তভানু সেন জানিয়েছেন, বুধবার বিএলও সোমব্রত মুখার্জি আরও দু’জনকে সঙ্গে নিয়ে প্রতীচীতে যান। আইনি পরামর্শ নেওয়ার পর নোটিশটি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। নোটিশে উল্লেখ করা হয়েছে, অমর্ত্য সেন একজন এনআরআই এবং তাঁর SIR ফর্মে কিছু তথ্যগত অসঙ্গতি রয়েছে। সেই কারণে এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে ১৬ জানুয়ারি দুপুর ১২টায় প্রতীচীতেই শুনানির দিন ধার্য করা হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র হাজির করতে বলা হয়েছে। এই ঘটনাকে ঘিরে ‘হয়রানির’ অভিযোগ উঠেছে অমর্ত্য সেনের পরিবার ও ঘনিষ্ঠ মহলে। তাঁদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এর একদিন আগেই তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে অমর্ত্য সেনের বাড়িতে এসআইআর শুনানি সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার (CEO) দফতর সেই দাবি খারিজ করে জানিয়েছিল, অমর্ত্য সেনের বাড়িতে কোনও নোটিশ পাঠানো হয়নি। নোটিশের খবর প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া জানানো হয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর বক্তব্য যে তথ্যপ্রমাণ-ভিত্তিক ছিল, তা এবার স্পষ্ট হয়ে গেল। তাঁর অভিযোগ, কমিশন ২৪ ঘণ্টার মধ্যেই নিজেদের অবস্থান বদলাতে বাধ্য হয়েছে। পরিবারের তরফে আরও জানানো হয়েছে, বোলপুরের ২ নম্বর ওয়ার্ডের ভোটার অমর্ত্য সেন কাজের সূত্রে বছরের অধিকাংশ সময় দেশের বাইরে থাকেন। এই প্রেক্ষাপটে নোটিশ পাঠানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে শান্তভানু সেন বলেন, “অমর্ত্য সেন কে, তা সবাই জানে। একজন প্রবীণ মানুষকে অযথা হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমি আইনজীবীর সঙ্গে কথা বলেই নোটিশ গ্রহণ করেছি।” এদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে SIR-এর নোটিস জারিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে । শান্তিনিকেতনে তাঁর বাসভবনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দু’জন আধিকারিক পাঠানো এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত নোটিস দেওয়াকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছে বিজেপি। দলের দাবি, যেহেতু অমর্ত্য সেন বর্তমানে আমেরিকার নাগরিক, তাই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তাঁর নাম থাকা উচিত নয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, অর্মত্য সেনের নাম কী করে ভোটার তালিকায় এল তা নিয়েই আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে ৷ আমি যতদূর জানি, অমর্ত্য সেনের কাাছে আমেরিকার নাগরিকত্ব আছে ৷ স্বাভাবিকভাবে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া উচিত ৷ এখনও কেন আছে সেটা আমার জানা নেই ৷ নির্বাচন কমিশনের নোটিস প্রসঙ্গে তিনি জানান, আইন অনুযায়ী নাগরিকত্বের ভিত্তিতেই ভোটাধিকার নির্ধারিত হয়। ১৯৩৩ সালে শান্তিনিকেতনে জন্মগ্রহণ করা অমর্ত্য সেন দীর্ঘদিন ধরেই বোলপুর বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে নথিভুক্ত। উল্লেখ্য, ১৯৯৯ সালে বিজেপি নেতৃত্বাধীন অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে অমর্ত্য সেনকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ প্রদান করা হয়। তবে পরবর্তী সময়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা শুরু করার পর থেকেই গেরুয়া শিবিরের একাংশের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে আসে। নির্বাচন কমিশনের নোটিসকে কেন্দ্র করে শাসক তৃণমূল কংগ্রেসের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, অমর্ত্য সেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি বুদ্ধিজীবীকে এইভাবে নোটিস পাঠানো আসলে বাংলার মানুষকেই অপমান করার শামিল। পুরো বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।
Winter Update Bengal: আরও কি কমে যাবে তাপামাত্রা? রবিবার থেকে নতুন ‘খেলা’ আবহাওয়ার
Winter in Bengal: বুধবার সকাল থেকেই রোদ উঠেছে। বৃহস্পতিবারও সকাল থেকে রোদের দেখা মিলেছে। তবে বাইরে রয়েছে প্রচণ্ড হাওয়া। কিন্তু হাওয়া চললেও আবহাওয়া অফিস বলছে কনকনে শীতে কিছুটা কাটছাট হয়েছে। একদিনে এক ডিগ্রির বেশি তাপমাত্রা বেড়েছে কলকাতায়।
Gold Price Kolkata: সব ট্রাম্পের কারসাজি! আর ক’দিন পরই দেড় লাখ হয়ে যাবে সোনা?
Gold-Silver Rate in Kolkata on 8 January 2026: ভেনেজ়ুয়েলায় আমেরিকা অভিযান চালাতেই আরও চড়চড়িয়ে বেড়েছিল সোনার দাম। সপ্তাহন্তে সামান্য হলেও স্বস্তি মিলল সোনার দামে। সামান্য কমল সোনার দাম। সামনেই যেহেতু বিয়ের মরশুম, তাই অনেকেরই সোনার গহনা কেনার পরিকল্পনা রয়েছে।
নিউটাউনের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ
বুধবার সন্ধ্যয় আনন্দপুরের নোনাডাঙায় মাতঙ্গিনী কলোনি বসতিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এবার ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ, সংঘাত বাড়িয়ে সিদ্ধান্ত ঢাকার
উত্তপ্ত বাংলাদেশে ভারত-বিরোধিতার হাওয়া।
Morning Breakfast Superfoods: ব্রেকফাস্ট আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারগুলির একটি। দীর্ঘ প্রায় দশ থেকে বারো ঘণ্টা উপবাসের পর শরীর প্রথম যে খাবারটি গ্রহণ করে, সেটিই নির্ধারণ করে সারা দিন আমাদের শরীর কেমন কাজ করবে। অনেকেই সকালে তাড়াহুড়োর কারণে ব্রেকফাস্ট এড়িয়ে যান বা অল্প পুষ্টিকর খাবার খান। এর ফলে দিনের শুরুতেই শরীরে ক্লান্তি, দুর্বলতা, অলসতা এবং হজমের সমস্যা দেখা দেয়। নিয়মিত পুষ্টিকর খাবার না করলে শরীর ধীরে ধীরে শক্তি হারাতে শুরু করে। চিকিৎসকদের মতে, ব্রেকফাস্ট এমন হওয়া উচিত যা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেবে, বিপাক প্রক্রিয়াকে সক্রিয় করবে এবং দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা রাখবে। একটি সুষম ব্রেকফাস্টে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজের সঠিক সমন্বয় থাকা প্রয়োজন। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে। আরও পড়ুন- নিরামিষের পথ ছেড়েছেন এই বলিউড তারকারা, বদলে নিয়েছেন তাঁদের জীবনদর্শন! বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ড. বিমল ছাজেদের মতে, কিছু খাবার যদি রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া যায়, তবে শরীর সেগুলির পুষ্টিগুণ আরও ভালোভাবে গ্রহণ করতে পারে। এই ধরনের খাবার শুধু শক্তি বাড়ায় না, বরং হজম ক্ষমতা উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। আরও পড়ুন- অপেক্ষার সময় ঘরে বসেই কেন বুক ধড়ফড় করে? কারণ, লক্ষণ ও নিজেকে শান্ত রাখার সহজ উপায় জানুন ভেজানো ওটস সকালের নাস্তায় অত্যন্ত উপকারী একটি খাবার। ওটসে থাকা ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং হঠাৎ ক্ষুধা লাগা কমায়। এতে থাকা প্রোটিন পেশিকে শক্তিশালী করে এবং শরীরের কর্মক্ষমতা বাড়ায়। রাতে ওটস জলে ভিজিয়ে রেখে সকালে দই বা দুধের সঙ্গে খেলে তা সহজে হজম হয় এবং শরীর দ্রুত শক্তি পায়। নিয়মিত ভেজানো ওটস খেলে ক্লান্তি কমে আর মনোযোগ বৃদ্ধি পায়। আরও পড়ুন- টাক যত পুরনোই হোক, তাতে নাকি চুল গজাবে, কী জানিয়েছেন বাবা রামদেব? ভেজানো বা অঙ্কুরিত ডাল ব্রেকফাস্টে অন্তর্ভুক্ত করা শরীরের জন্য খুবই উপকারী। মুগ, ছোলা বা অন্যান্য ডাল ভিজিয়ে বা অঙ্কুরিত করলে তাতে থাকা ভিটামিন এবং খনিজের কার্যকারিতা বেড়ে যায়। এই সব ডালে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যা দুর্বলতা দূর করতে সাহায্য করে। অঙ্কুরিত ডাল হজমে সহায়ক এবং পেটের গ্যাস এবং অস্বস্তি কমায়। আরও পড়ুন- শীতের হিমেল হাওয়ায় সুখ খুঁজে পান, ঠান্ডায় কর্মক্ষমতা বাড়ে এই ৭ রাশির ভেজানো জিরার জল সকালে খালি পেটে পান করলে পাচনতন্ত্র শক্তিশালী হয়। জিরা লিভারের কার্যক্ষমতা উন্নত করে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। নিয়মিত জিরার জল পান করলে পেট ফাঁপা, গ্যাস এবং বদহজমের সমস্যা কমে যায়। এতে থাকা আয়রন রক্তাল্পতা দূর করতে সহায়ক ভূমিকা পালন করে। তামার পাত্রে রাখা জল সকালে পান করা একটি প্রাচীন স্বাস্থ্যকর অভ্যাস। সারারাত তামার পাত্রে রাখা জলে প্রাকৃতিকভাবে তামার গুণাগুণ মিশে যায়। এই জল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করে। নিয়মিত তামার জল পান করলে হাড় মজবুত থাকে এবং শরীর ভিতর থেকে সুস্থ থাকে। সব মিলিয়ে বলা যায়, ব্রেকফাস্ট যদি সঠিক ও পুষ্টিকর হয়, তবে সারাদিন শরীর চনমনে ও সক্রিয় থাকে। তাই দুর্বলতা, অলসতা এবং হজমের সমস্যা দূর করতে সকালে কী খাচ্ছেন, সেদিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। নিয়মিত এই চারটি খাবার ব্রেকফাস্টে অন্তর্ভুক্ত করলে শরীর প্রকৃত অর্থেই শক্তির ভাণ্ডারে পরিণত হতে পারে। মনে রাখবেন: এই তথ্যগুলি সাধারণ সচেতনতার জন্য। কোনও নতুন খাদ্যাভ্যাস শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
West Bengal News Live Updates: কমিশনের আতসকাঁচের নিচে ৯৫ লক্ষ ভোটার, বাংলায় আরও নাম বাদ? তুঙ্গে তরজা
Kolkata news live updates: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পরবর্তী ধাপ নিয়ে তৎপর নির্বাচন কমিশন। এসআইআর ফর্মে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ বা তথ্যগত অসঙ্গতি ধরা পড়ায় প্রায় ৯৫ লক্ষ ভোটারকে শুনানির জন্য চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার জেলা নির্বাচন আধিকারিকদের (DEO) সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করে এই বিপুল সংখ্যক ভোটারের কাছে শুনানির নোটিশ পৌঁছে দেওয়া এবং যাচাই প্রক্রিয়া নিয়ে আলোচনা করে কমিশন। ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে? নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, জেলা শাসকরাই যেহেতু জেলা নির্বাচন আধিকারিক, তাই তাঁদের আগামী চার-পাঁচ দিনের মধ্যে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’র অধীনে থাকা সমস্ত ভোটারের নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের অন্দরে মত, আগামী এক মাসে এত বিপুল সংখ্যক ভোটারের শুনানি ও নথি যাচাই সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ। এক জেলা আধিকারিক জানান, “শুনানি ও যাচাই পর্ব চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারি। এত সংখ্যক ভোটারের নথি যাচাই করা কার্যত এক বিরাট কাজ।” সূত্রের দাবি, বর্তমানে কমিশন ৩২ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারের শুনানি চালাচ্ছে। কমিশনের এক সূত্র জানায়, প্রক্রিয়া দ্রুত না হলে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ থাকা ৯৫ লক্ষ ভোটারের শুনানি করা অত্যন্ত কঠিন হয়ে উঠবে। উল্লেখ্য, ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন প্রায় ১ কোটি ৬৭ লক্ষ ভোটারের ফর্মে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ চিহ্নিত করে। একই সঙ্গে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত করে প্রায় ৫৮ লক্ষ নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে বুথ লেভেল অফিসারদের যাচাইয়ের মাধ্যমে প্রায় ৭২ লক্ষ ভোটারের ক্ষেত্রে বানান বা লিঙ্গ সংক্রান্ত ত্রুটি মিটিয়ে নেওয়া সম্ভব হয়। তবে বাকি ৯৫ লক্ষ ভোটারের ক্ষেত্রে কমিশনের সন্দেহ দূর না হওয়ায় তাঁদের শুনানির আওতায় আনা হচ্ছে। এই ৯৫ লক্ষ ভোটারের মধ্যে ২৪.২১ লক্ষ ভোটার রয়েছেন, যাঁদের ক্ষেত্রে ছ’জন বা তার বেশি ভোটারের অভিভাবক একই। কমিশনের দাবি, সংশ্লিষ্ট অভিভাবকরা অধিকাংশকেই চিনতে না পারায় এই ভোটারদের শুনানির জন্য ডাকা হবে। এছাড়া ১১.৯৫ লক্ষ ভোটার এমন রয়েছেন, যাদের সঙ্গে অভিভাবকের বয়সের ফারাক ১৫ বছর বা তার কম যা নিয়ে কমিশনের সন্দেহ রয়ে গিয়েছে। আরও প্রায় ৮.৭৭ লক্ষ ভোটার রয়েছেন, যাঁদের ক্ষেত্রে অভিভাবকের সঙ্গে বয়সের ব্যবধান ৫০ বছরের বেশি। এই ক্ষেত্রেও অসঙ্গতির কারণে শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, প্রায় ৩.২৯ লক্ষ ভোটার নিজেদের দাদু-দিদার সঙ্গে যুক্ত করলেও বয়সের ব্যবধান ৪০ বছরের কম হওয়ায় তাঁদের ক্ষেত্রেও যাচাই প্রয়োজন বলে মনে করছে কমিশন। সব মিলিয়ে এসআইআর-এর পরবর্তী ধাপে ভোটার তালিকা চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের সামনে বড় প্রশাসনিক চ্যালেঞ্জ। West Bengal cold wave: জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়? অমর্ত্য সেনকে নোটিস নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার আওতায় নির্বাচন কমিশনের তরফে একটি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার বিএলও শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে গিয়ে ওই নোটিশ পৌঁছে দেন। নোটিশে অমর্ত্য সেনের বয়স সংক্রান্ত তথ্য নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করা হয়েছে। কমিশনের দাবি, তাঁর দেওয়া ঘোষণাপত্র অনুযায়ী অমর্ত্য সেন ও তাঁর মায়ের বয়সের পার্থক্য মাত্র ১৫ বছর, যা সাধারণভাবে প্রত্যাশিত নয়। এই কারণেই ভোটার তালিকা সংক্রান্ত নথি যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে। অমর্ত্য সেনের আত্মীয় শান্তভানু সেন জানিয়েছেন, বুধবার বিএলও সোমব্রত মুখার্জি আরও দু’জনকে সঙ্গে নিয়ে প্রতীচীতে যান। আইনি পরামর্শ নেওয়ার পর নোটিশটি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। নোটিশে উল্লেখ করা হয়েছে, অমর্ত্য সেন একজন এনআরআই এবং তাঁর SIR ফর্মে কিছু তথ্যগত অসঙ্গতি রয়েছে। সেই কারণে এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে ১৬ জানুয়ারি দুপুর ১২টায় প্রতীচীতেই শুনানির দিন ধার্য করা হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র হাজির করতে বলা হয়েছে। এই ঘটনাকে ঘিরে ‘হয়রানির’ অভিযোগ উঠেছে অমর্ত্য সেনের পরিবার ও ঘনিষ্ঠ মহলে। তাঁদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এর একদিন আগেই তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে অমর্ত্য সেনের বাড়িতে এসআইআর শুনানি সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার (CEO) দফতর সেই দাবি খারিজ করে জানিয়েছিল, অমর্ত্য সেনের বাড়িতে কোনও নোটিশ পাঠানো হয়নি। Murshidabad News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের বাস্তব রূপ! ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি নোটিশের খবর প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া জানানো হয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর বক্তব্য যে তথ্যপ্রমাণ-ভিত্তিক ছিল, তা এবার স্পষ্ট হয়ে গেল। তাঁর অভিযোগ, কমিশন ২৪ ঘণ্টার মধ্যেই নিজেদের অবস্থান বদলাতে বাধ্য হয়েছে। পরিবারের তরফে আরও জানানো হয়েছে, বোলপুরের ২ নম্বর ওয়ার্ডের ভোটার অমর্ত্য সেন কাজের সূত্রে বছরের অধিকাংশ সময় দেশের বাইরে থাকেন। এই প্রেক্ষাপটে নোটিশ পাঠানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে শান্তভানু সেন বলেন, “অমর্ত্য সেন কে, তা সবাই জানে। একজন প্রবীণ মানুষকে অযথা হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমি আইনজীবীর সঙ্গে কথা বলেই নোটিশ গ্রহণ করেছি।” 'মেসির চেয়েও ভালো ড্রিবলিং জানেন মুখ্যমন্ত্রী',SIR ইস্যুতে মমতাকে নিশানা শমীকের
জনগণনার দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র, বাংলার ভোটের মধ্যেই চলবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ?
জনগণনাতেও SIR এর মতো এনুমারেশন প্রক্রিয়া চলবে।
Kolkata Winter Update: শীতের দাপটে কাঁপছে গোটা বাংলা। টানা দু’দিন ধরে কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। ভোরের দিক থেকেই হাড় কাঁপানো ঠান্ডায় নাজেহাল শহরবাসী। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। আবহাওয়াবিদদের মতে, উত্তরের হাওয়ার প্রভাবেই এই তীব্র শৈত্যপ্রবাহ চলছে। আগামী কয়েকদিন রাতের ঠান্ডা একই রকম অনুভূত হতে পারে বলে পূর্বাভাস। বিশেষ করে ভোর ও রাতের দিকে শীতের কামড় আরও তীব্র হবে। তবে দিনের বেলায় রোদ উঠলে সামান্য স্বস্তি মিললেও শীতের রেশ বজায় থাকবে। সপ্তাহান্তেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য ও সমতল জেলাগুলিতে তাপমাত্রা আরও নীচে নামতে পারে বলে আশঙ্কা। আবহাওয়া দফতরের মতে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে কুয়াশার দাপট বাড়তে পারে ভোরের দিকে। Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’ এমন পরিস্থিতিতে শিশু ও প্রবীণদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শীতজনিত অসুস্থতা এড়াতে গরম পোশাক ব্যবহার, ভোরে অপ্রয়োজনে বাইরে না বেরনো এবং পর্যাপ্ত উষ্ণ পানীয় গ্রহণের কথাও বলা হয়েছে। রাজ্যবাসীকে আরও কয়েকদিন এই কনকনে ঠান্ডার মধ্যেই দিন কাটাতে হতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া শীতের কুয়াশা কাটতেই রোদের উষ্ণতায় কিছুটা স্বস্তি পেল কলকাতা। বৃহস্পতিবার সকালে কুয়াশা তুলনামূলক কম থাকায় দিনের তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১১ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। যদিও শীতের অনুভূতি পুরোপুরি কাটবে না বলেই জানিয়েছে দফতর। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের ১০.২ ডিগ্রির প্রায় সমান এবং স্বাভাবিকের থেকে এখনও অনেকটাই কম। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯.৮ ডিগ্রিতে, আর ব্যারাকপুরে আরও কমে ৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। তবে মঙ্গলবারের তুলনায় এদিন শীতের কামড় অনেকের কাছেই কম তীব্র বলে মনে হয়েছে। ঠান্ডা থাকলেও তা খুব একটা কষ্টকর মনে হয়নি অনেকের কাছেই। Murshidabad News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের বাস্তব রূপ! ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি আবহাওয়া দফতরের মতে, এই পার্থক্যের মূল কারণ ছিল কুয়াশা না থাকা। আবহাওয়াবিদ জানিয়েছেন, মঙ্গলবারের তুলনায় বুধবার আকাশ মূলত পরিষ্কার ছিল। সকাল ৮টার পর থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মেলে। সারাদিন আকাশ পরিষ্কার থাকায় সূর্যালোকের প্রভাবে তাপমাত্রা দ্রুত বাড়ে। বাতাসের গতিবেগে খুব একটা পরিবর্তন না হলেও সূর্যের উপস্থিতিই ঠাণ্ডার অনুভূতিতে বড় ভূমিকা নিয়েছে। মঙ্গলবার যেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি, সেখানে বুধবার তা বেড়ে ২২ ডিগ্রিতে পৌঁছয়। যদিও এই তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, সাধারণত সূর্যোদয়ের সময়ই দিনের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়। মঙ্গলবার ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে সর্বনিম্ন ১০.২ ডিগ্রি রেকর্ড হয়েছিল এবং ঘন কুয়াশা দীর্ঘক্ষণ স্থায়ী থাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া ছিল মেঘলা। দুপুর নাগাদ তাপমাত্রা ছিল প্রায় ১৪ ডিগ্রি। অন্যদিকে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে সর্বনিম্ন ১০.৩ ডিগ্রি রেকর্ড হলেও, দুপুরে তা বেড়ে প্রায় ১৯ ডিগ্রিতে পৌঁছয়। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক প্রধান এইচ আর বিশ্বাস জানান, বুধবার সকালে দমদমে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে গিয়েছিল। আলিপুরে মাঝারি কুয়াশা দেখা গিয়েছিল। তবে বায়ুমণ্ডলের নিম্নস্তরে বাতাসের গতি বাড়ায় কুয়াশা দ্রুত সরে যায় এবং সেই কারণেই তাপমাত্রা দ্রুত বেড়েছে। জেলাগুলিতেও শীতের দাপট বজায় রয়েছে। বীরভূমের শ্রীনিকেতনে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি। আরও বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। পাহাড়ে শীত আরও তীব্র আকার নিয়েছে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মাত্র ১.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামী পাঁচ থেকে ছয় দিন রাজ্যের উপর দিয়ে শক্তিশালী উত্তর-পশ্চিম ও উত্তর দিকের শুষ্ক ঠান্ডা হাওয়া বইবে। ফলে ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবার বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, যেখানে দৃশ্যমানতা ৫০ থেকে ১৯৯ মিটারের মধ্যে নেমে যেতে পারে। শতাব্দী প্রাচীন পুরসভায় শ'য়ে শ'য়ে কর্মী ছাঁটাই, নিয়োগ করল কে? বিরাট মন্তব্যে তোলপাড় ফেললেন মহুয়া শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং হুগলিতে ‘কোল্ড ডে’ পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে। এইচ আর বিশ্বাস জানান, আগামী সাত দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির বেশি ওঠার সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা দু’একদিন সামান্য বাড়লেও কুয়াশার কারণে আবার কমে যেতে পারে। ফলে শীতের কামড় আপাতত বজায় থাকবে। এদিকে, সমুদ্রের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ এটি শ্রীলঙ্কা উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার এবং চেন্নাই থেকে প্রায় ১,৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এই সিস্টেমটি আরও শক্তিশালী হলেও এর প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলে স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। আরও দ্রুত, সহজ, স্বাচ্ছন্দ্যময় যাত্রায় আজ থেকেই বিরাট বদল মেট্রো সূচীতে, যাত্রীস্বার্থে মারকাটারি উদ্দোগের প্রশংসা সর্বত্র
Heartbreak Zodiac Signs: একবার কষ্ট পেলে আর ফিরে তাকান না যে ৫ রাশি, কাঁদানোর ফল হয় ভয়ঙ্কর
Heartbreak Zodiac Signs: জীবনের প্রতিটি সম্পর্কেই ওঠাপড়া থাকে। কখনও ভুল বোঝাবুঝি, কখনও অভিমান, আবার কখনও রাগ। কিন্তু সব মানুষ সেই টালমাটাল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশির মানুষ মানসিকভাবে এতটাই গভীর ও আবেগপ্রবণ যে একবার তাঁদের মনে আঘাত লাগলে সেই সম্পর্ক আর আগের জায়গায় ফিরে যায় না। তাঁরা বিশ্বাস করেন আত্মসম্মানই সব থেকে বড়, আর সেই জায়গায় আঘাত লাগলে প্রিয় মানুষকেও ছেড়ে দিতে দ্বিধা করেন না। মিথুন মিথুন রাশির জাতক-জাতিকারা সাধারণত প্রাণবন্ত, হাসিখুশি এবং সামাজিক স্বভাবের হয়ে থাকেন। বাইরে থেকে দেখে বোঝাই যায় না তাঁদের মনের গভীরতা কতটা। কিন্তু এই রাশির মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা হল আবেগ। কেউ যদি তাঁদের বিশ্বাসে আঘাত করে বা অবহেলা করে, তখন মিথুন রাশির মানুষ মুহূর্তের মধ্যে বদলে যান। তাঁরা চিৎকার করে ঝগড়া করেন না, বরং নীরবে জীবন থেকে সেই মানুষটিকে মুছে ফেলেন। একবার দূরে সরে গেলে আর যোগাযোগ রাখার প্রয়োজন মনে করেন না। আরও পড়ুন- মৌনী অমাবস্যা কবে, ১৮ না ১৯ জানুয়ারি? এর ধর্মীয় তাৎপর্যর কথা শুনলে আপনিও সঠিক তারিখের খোঁজ করবেন কন্যা কন্যা রাশির মানুষদের মন অত্যন্ত নরম এবং সংবেদনশীল। তাঁরা সব সম্পর্কেই শালীনতা ও সম্মান বজায় রাখায় বিশ্বাসী। খুব কম ক্ষেত্রেই রাগ দেখান বা উচ্চস্বরে কথা বলেন। কিন্তু কেউ যদি তাঁদের সঙ্গে অসম্মানজনক আচরণ করে, কটূ কথা বলে বা মানসিক চাপ সৃষ্টি করে, তখন কন্যা রাশির মানুষ ধীরে ধীরে দূরত্ব তৈরি করেন। তাঁরা সরাসরি ঝামেলায় জড়ান না, বরং নিঃশব্দে সম্পর্ক থেকে সরে যান। এই দূরত্ব একসময় স্থায়ী হয়ে যায়। আরও পড়ুন- বাস্তবের 'সত্যবাদী যুধিষ্ঠির'! পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মিথ্যার আশ্রয় নেন না এই ৪ রাশি তুলা তুলা রাশির জাতক-জাতিকারা সম্পর্কে ভারসাম্য এবং ভালোবাসাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। কাছের মানুষকে আগলে রাখা, তাঁদের খুশি রাখা তুলা রাশির মানুষের স্বভাব। নিজের কষ্ট লুকিয়ে রাখতেও এরা ওস্তাদ। কিন্তু সেই মানুষই যদি বিশ্বাসভঙ্গ করে বা ইচ্ছাকৃতভাবে মনে আঘাত দেয়, তখন তুলা রাশির মানুষ আর দ্বিতীয় সুযোগ দেন না। একবার সিদ্ধান্ত নিলে তাঁরা সম্পূর্ণভাবে পিছনে ফিরে তাকান না। সম্পর্ক তখন তাঁদের কাছে বন্ধ অধ্যায় হয়ে যায়। আরও পড়ুন- শীতের হিমেল হাওয়ায় সুখ খুঁজে পান, ঠান্ডায় কর্মক্ষমতা বাড়ে এই ৭ রাশির বৃশ্চিক বৃশ্চিক রাশির মানুষ আবেগের দিক থেকে সবচেয়ে তীব্র। তাঁরা ভালোবাসলে সম্পূর্ণ মন-প্রাণ দিয়ে ভালোবাসেন। প্রিয় মানুষটির সুখ-দুঃখ তাঁদের নিজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু এই গভীর ভালোবাসার উল্টো দিকও রয়েছে। কেউ যদি তাঁদের আবেগকে আঘাত করে, বিশ্বাস ভেঙে দেয় বা প্রতারণা করে, তখন সেই ভালোবাসা মুহূর্তেই রূপ নেয় কঠিন সিদ্ধান্তে। বৃশ্চিক রাশির মানুষ তখন সম্পর্ক ছিন্ন করে দেন এবং সেই মানুষকে চিরতরে নিজের জীবন থেকে সরিয়ে দেন। আরও পড়ুন- মানিপ্ল্যান্টে এই দুই সাধারণ জিনিস বেঁধে দিলেই বদলে যাবে ভাগ্য, বিদায় নেবে অর্থকষ্ট! ধনু ধনু রাশির মানুষের কাছে স্বাধীনতা সবচেয়ে মূল্যবান। সাধারণত তাঁরা কোনও সম্পর্কে সহজে বাঁধা পড়তে চান না। কিন্তু যখন সত্যিই প্রেমে পড়েন, তখন প্রিয় মানুষটির জন্য নিজের স্বাধীনতাও ত্যাগ করতে রাজি থাকেন। এত কিছু দেওয়ার পরও যদি তাঁরা কষ্ট পান, অবহেলা বা অসম্মান অনুভব করেন, তখন ধনু রাশির মানুষ আর পিছনে তাকান না। তাঁরা নতুন পথে হাঁটা শুরু করেন এবং পুরনো সম্পর্ককে পিছনে ফেলে এগিয়ে যান। সব মিলিয়ে বলা যায়, এই পাঁচটি রাশির মানুষের হৃদয় খুব গভীর। তাঁরা ভালোবাসলে সর্বস্ব দেন, কিন্তু কষ্ট পেলে নিজেকে রক্ষা করতেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। তাই এই রাশির মানুষদের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সতর্ক থাকা জরুরি। কারণ একবার তাঁদের কাঁদালে, সেই সিদ্ধান্তের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওপার বাংলায় যাওয়ার পরিকল্পনা থাকলেও আপাতত তাতে জল ঢালল ঢাকা। বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের (Indians) জন্য পর্যটক ভিসা প্রদান সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার (Bangladesh Tourist Visa)। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা […] The post Bangladesh Tourist Visa | পদ্মাপারে ভ্রমণে দাঁড়ি! নিরাপত্তা ইস্যুতে ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া বন্ধ বাংলাদেশের appeared first on Uttarbanga Sambad .
Bangladesh Cricket: ২০২৬ টি-২০ বিশ্বকাপকে (ICC T20I World Cup 2026) কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের (India vs Bangladesh) মধ্যে ঝামেলা ক্রমশ বেড়ে চলেছে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'ভারত আসলে বাংলাদেশের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। জাতীয় সম্মানের মূল্য বিকিয়ে আমরা ক্রিকেট বিশ্বকাপ খেলতে রাজি নই।' প্রসঙ্গত, বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন আসিফ নজরুল। তারপরই এই সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমকে জানান তিনি। সেখানে তিনি বলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ ICC এবার গোটা বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য হবে। বাংলাদেশের এই দুশ্চিন্তাকে এতদিন তারা গুরুত্ব সহকারে দেখেনি। ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন সম্প্রতি BCCI-এর থেকে নির্দেশ পাওয়ার পর কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দেয় মুস্তাফিজুর রহমানকে। এই ঘটনাকে কেন্দ্র করেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে দাবি করে ভারত থেকে তাদের বিশ্বকাপ ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় যেন নিয়ে যাওয়া হয়। জবাবে আইসিসি-র পক্ষ থেকে বিসিবি-কে যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে লেখা হয়েছে ভারতে যে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা রয়েছে এমন কোনও তথ্য তাদের কাছে নেই। সে কারণে আপাতত সূচিও পরিবর্তন করা হবে না। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নজরুল প্রচন্ড হতাশ হয়ে পড়েন। বিষয়টা রাষ্ট্রীয় সম্মানের... নজরুল বললেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে ইতিমধ্যে ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ যথেষ্ট কষ্ট করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। সেকারণে আমরা অবশ্যই খেলতে চাই। কিন্তু দেশের অপমান, খেলোয়াড় এবং দর্শকদের সুরক্ষার সঙ্গে কোনও সমঝোতা করতে পারব না। সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, ভারতই যেখানে বলছে যে একজন বাংলাদেশি ক্রিকেটারদের তারা নিরাপত্তা দিতে পারবে না। এমনকী তাকে দল থেকে বাদও দেওয়া হয়েছে, সেখানে একটা ব্যাপার স্পষ্ট যে ভারতে খেলার মতো কোনো পরিবেশ নেই। নজরুল এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যাপারটা এখন আর শুধুমাত্র ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত নয়। এখানে আপাতত দেশের সম্মান জড়িয়ে গিয়েছে।
Sreeleela: ২৪ বছরেই তিন সন্তানের মা! শ্রীলীলার গল্প প্রকাশ্যে
দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা, মাত্র ২৪ বছর বয়সেই তিন সন্তানের মা!এ খবর শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে এটি কোনও প্রচলিত মাতৃত্বের কাহিনি নয়। ১৮ বছর বয়সে কন্নড় ছবি কিস- এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশের পর, মাত্র ২১ বছর বয়সেই তিনি দুইজন ভিন্নভাবে সক্ষম শিশুকে দত্তক নেন। সম্প্রতি তিনি তৃতীয় সন্তানের দায়িত্বও গ্রহণ করেছেন। শুরুর দিকে বিষয়টি গোপন রাখতে চাইলে এখন ধীরে ধীরে নিজের এই ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানাতে শুরু করেছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে শ্রীলীলা বলেন, চলচ্চিত্র তারকারা কিছু করলে মানুষ অতিরিক্ত কৃতিত্ব দিতে চায়। কিন্তু বাস্তবিক অর্থে এটি তাঁর কাছে খুবই স্বাভাবিক অনুভূতি। তিনি বলেন, “মা শব্দটি বিশাল। আমি জানি সবাই যা ভাবছে আসলে তা নয়।” Debolinaa Nandy-Madan Mitra: দেবলীনা নন্দীর স্বাস্থ্যে উদ্বিগ্ন মদন মিত্র, ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ মন্ত্রী? তিনি জানান, সন্তানরা তাঁর সঙ্গে থাকেন না। আলাদা সুরক্ষিত পরিবেশে বিশেষ প্রশিক্ষিত মানুষেরা তাদের দেখাশোনা করেন। সুরক্ষার কারণেই তিনি বিষয়টি দীর্ঘদিন ব্যক্তিগত রেখেছিলেন। তিনি বলেন, “শিশুরা ওখানেই থাকে। আমি নিয়মিত ফোনে কথা বলি, সময় পেলে গিয়ে দেখি। সবকিছুই খুব যত্নে পরিচালিত হয়।” নিজের স্বভাব নিয়ে অভিনেত্রী বলেন, আমি হয়তো জন্মদাত্রী ‘মা’ নই, তবে মাতৃত্ববোধ খুব শক্তিশালী। ছোটবেলা থেকেই অন্যদের দেখাশোনা করতে ভালো লাগে। কখনও কখনও ভাবি, এই প্রবণতার কারণে আধুনিক যুগের আদর্শ বান্ধবী হওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। দত্তক নেওয়ার যাত্রা কীভাবে শুরু হয়েছিল, তা স্মরণ করে তিনি বলেন, একটি কন্নড় ছবির শুটিংয়ের সময়, পরিচালকের সঙ্গে একটি শিশু আশ্রমে যাওয়ার মধ্য দিয়েই, তাঁর মনোযোগ শিশুদের প্রতি বাড়ে এবং সেখান থেকেই শুরু হয় এই পথচলা। আশ্রমের পক্ষ থেকে তাঁকে বলা হয়েছিল, বিষয়টি প্রকাশ্যে আনলে অনেকেই উৎসাহিত হতে পারেন। তবে শ্রীলীলা স্পষ্ট জানান, তিনি কোনও কৃতিত্ব চান না। তিনি আরও জানান, সম্প্রতি “Here For You” নামে নিজের একটি সামাজিক উদ্যোগ শুরু করেছেন। এটি গ্রামীণ শিশু উন্নয়ন, শিক্ষা ও সামাজিক সহায়তায় কাজ করছে। তিনি বলেন, “সবাই ব্যস্ত, কিন্তু অল্প কিছু সময় দিলে সত্যিই পরিবর্তন আনা যায়।” অভিনয়ের পাশাপাশি তিনি চিকিৎসাশাস্ত্রের ছাত্রী ছিলেন। মানুষের জন্য কাজ করার প্রবণতাই তাঁকে, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। আলো–ঝলমলে পেশার মধ্যেও তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি আজও অনুপ্রেরণাদায়ী।
Kolkata Metro: কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বাম্পার সুখবর। ৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে সপ্তাহের কর্মদিবসে ব্লু লাইনে মেট্রো পরিষেবা আরও বাড়ানো হচ্ছে। বুধবার মেট্রো ’র পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্লু লাইনে প্রতিদিন চলবে মোট ২৮২টি মেট্রো পরিষেবা। এর মধ্যে ১৪১টি আপ ও ১৪১টি ডাউন। বর্তমানে এই সংখ্যা ছিল ২৭২টি। জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়? মেট্রো সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের কর্মদিবসে প্রথম মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। একইভাবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর সব ক’টি প্রথম পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে। শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রেও বেশিরভাগ সময়সূচি অপরিবর্তিত থাকলেও একটি নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের উদ্দেশে রাত ৯টা ৩৮ মিনিটে একটি নতুন মেট্রো চলবে। এছাড়া দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রাত ৯টা ২৮ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রাত ৯টা ৩৪ মিনিটে শেষ পরিষেবা চলবে। এদিকে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ইয়েলো লাইনে (এয়ারপোর্ট লাইন) সরাসরি মেট্রো পরিষেবাও বাড়ানো হচ্ছে। আগামী ৮ জানুয়ারি থেকে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা সপ্তাহের কর্মদিবসে বেড়ে হবে পাঁচটি, যা এতদিন ছিল মাত্র দুটি। ফলে এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার বা শহিদ ক্ষুদিরামের মতো গন্তব্যে যেতে নোয়াপাড়ায় আর ট্রেন বদলাতে হবে না যাত্রীদের। Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’ জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে সরাসরি মেট্রোগুলি ছাড়বে সকাল ৮টা ১৮ মিনিট, ৯টা ১২ মিনিট, ৯টা ৩৬ মিনিট, বিকেল ৫টা ৪৭ মিনিট এবং রাত ৯টা নাগাদ। এর মধ্যে কয়েকটি সম্পূর্ণ নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই অতিরিক্ত পরিষেবার ফলে বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত আরও দ্রুত, সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। Murshidabad News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের বাস্তব রূপ! ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি
Bangladesh News: গতকাল রাত সাড়ে আটটা নাগাদ তেজগাঁওয়ের তেজতুরী বাজারে আচমকাই হামলা চালানো হয় আজিজুর রহমানের উপরে। আজিজুর বিএনপির শাখা সংগঠন, স্বেচ্ছাসেবক দলের নেতা তথা ঢাকার প্রাক্তন সাধারণ সম্পাদক। কেন তাঁর উপরে হামলা চালানো হল, তা স্পষ্ট নয়।
SL vs PAK 1st T20I Highlights: পাকিস্তান ক্রিকেট নিয়ে বড় খবর, আনন্দে নাচছেন দেশের সমর্থকরা
Pakistan Cricket Team: পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে আপাতত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ম্যাচটি বুধবার(৭ জানুয়ারি) ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছিল। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা (Salman Ali Agha) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করেন পাকিস্তানের বোলাররা। ১৯.২ ওভারের মধ্যে শ্রীলঙ্কা মাত্র ১২৮ রানে অলআউট হয়ে যায়। এই রান তাড়া করতে নেমে পাকিস্তান চার উইকেটে সহজ জয় ছিনিয়ে এনেছে। সেইসঙ্গে সিরিজেও তারা ১-০ ব্যবধানে এগিয়ে গেল। India vs Pakistan Matches 2026: এবার 'মহা ধামাকা'র অপেক্ষা, ২০২৬ সালে কতবার বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? নিজেদের ঘরেই কুপোকাত শ্রীলঙ্কা টস হারার পর ব্যাট করতে নামে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দলের ওপেনার পাথুম নিশঙ্কা মাত্র ১২ রান করে আউট হয়ে যান। অন্যদিকে, কামিল মিশারা রানের খাতাই খুলতে পারলেন না। কুশল মেন্ডিস করলেন মাত্র ১৪ রান। তবে জানিথ লিয়ানাগে ৩১ বলে ৪০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। চরিথ আশালঙ্কা এবং ওয়ানিন্দু হাসারঙ্গা দুজনেই ১৮ করে রান করেন। এরপর শ্রীলঙ্কা ১৯.২ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে সলমান মির্জা এবং আবরার আহমেদ তিনটি করে উইকেট শিকার করেন। তারকা অলরাউন্ডার শাদাব খান এবং মহম্মদ ওয়াসিম জুনিয়ারও দুটো করে উইকেট শিকার করেছেন। India vs Pakistan Clash 2026: ২০২৬ সালে কবে-কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? নোট করে নিন হাইভোল্টেজ ড্রামার দিনক্ষণ বড় ব্যবধানে জয় শ্রীলঙ্কার সংক্ষিপ্ত স্কোর তাড়া করতে নেমে পাকিস্তানের ওপেনিং ব্যাটার সাহিবজাদা ফারহান ৩৬ বলে ৫১ রান করেন। ইতিমধ্যে তিনি চারটে বাউন্ডারি এবং জোড়া ছক্কা হাঁকান। অন্যদিকে উইকেটকিপার-ব্যাটার স্যাম আইয়ুব ২৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক সলমান আলি আগা ১৬ রান করেন। শেষকালে শাদাব খান ১২ বলে ১৮ রান করেন। আর সে কারণেই পাকিস্তান ৬ উইকেটে এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়। শ্রীলঙ্কার হয়ে মহেশ থিক্ষনা, দুষ্মন্ত চামিরা, ওয়ানিন্দু হাসারঙ্গা এবং ধনঞ্জয় ডি সিলভা একটি করে উইকেট শিকার করেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এই সময় এমন একটা জয় পাকিস্তান ক্রিকেট দলের আত্মবিশ্বাস অবশ্যই বাড়াবে।
Vegan Lifestyle: নিরামিষের পথ ছেড়েছেন এই বলিউড তারকারা, বদলে নিয়েছেন তাঁদের জীবনদর্শন!
Bangladesh Visa Suspended: ভারতীয়দের বাংলাদেশে ঢুকতে দেবে না? ভিসা দেওয়া বন্ধ করল ইউনূস সরকার
India-Bangladesh Relation: আপাতত অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কবে থেকে ফের ভিসা দেওয়া হবে, তার উত্তর নেই সে দেশের সরকারের কাছে। সূত্রের খবর, বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার।
শতাব্দী প্রাচীন পুরসভায় শ'য়ে শ'য়ে কর্মী ছাঁটাই, নিয়োগ করল কে? বিরাট মন্তব্যে তোলপাড় ফেললেন মহুয়া
কৃষ্ণনগর পুরসভার আর্থিক সঙ্কট ও অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে দল ও সরকারের শীর্ষস্তরের সম্মতি রয়েছে বলে স্পষ্ট ইঙ্গিত দিলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। পুরসভার দেউলিয়া পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, এই পরিস্থিতিতে অস্থায়ী কর্মী ছাঁটাই ছাড়া আর কোনও উপায় ছিল না। একই সঙ্গে যাঁরা অস্থায়ী কর্মী নিয়োগের জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে দল বা সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। West Bengal cold wave: জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়? প্রসঙ্গত, কৃষ্ণনগর পুরসভায় ‘ভূতুড়ে কর্মী’ চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হওয়ার পর দফায় দফায় সাড়ে ৩০০-র বেশি অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এই ছাঁটাইয়ের প্রতিবাদে চাকরিচ্যুত কর্মীরা আন্দোলনে নেমেছেন। তবে ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহালের প্রশ্নে অনড় অবস্থান নিয়েছেন পুরপ্রশাসক। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার বিকেলে কৃষ্ণনগর জেলা পরিষদের কক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মহুয়া মৈত্র বলেন, “কৃষ্ণনগর পুরসভা পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছে। বর্তমানে আমাদের ৯৭১ জন কর্মী রয়েছে। এতে বছরে প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা সাশ্রয় হচ্ছে। আশা করছি, এর ফলে স্বাভাবিক পরিষেবা দেওয়া সম্ভব হবে।” জানা গিয়েছে, ভূতুড়ে কর্মী চিহ্নিতকরণের দ্বিতীয় দফায় প্রায় ২৫০ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করেন পুরপ্রশাসক। এর আগে প্রথম দফায় ১০৬ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। পুরসভার কোষাগারের দুরবস্থার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে কৃষ্ণনগর পুরসভার গেটের সামনে বিক্ষোভে বসেছেন ছাঁটাই হওয়া কর্মীরা। ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে? উল্লেখ্য, মাসখানেক আগে সদর মহকুমাশাসক শারদ্বতী চৌধুরী কৃষ্ণনগর পুরসভার পুরপ্রশাসকের দায়িত্ব নেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পুরসভায় দীর্ঘদিন ধরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছিল। পুরপরিষেবা ভেঙে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন নাগরিকরা। দায়িত্ব নেওয়ার পর পুরপ্রশাসক কর্মীদের ‘ওয়ার্ক কালচার’ বদলানোর উদ্যোগ নিলেও গত ১০ মাসের বেশি সময় ধরে রাজস্ব আদায় ব্যাহত হওয়ায় পুরসভার আর্থিক অবস্থা আরও খারাপ হয়। ফলে কর্মীদের বেতন দেওয়া নিয়ে চরম সঙ্কটে পড়ে পুরকর্তৃপক্ষ। অস্থায়ী কর্মী ছাঁটাই প্রসঙ্গে মহুয়া মৈত্র আরও জানান, ৬৭১ জন অস্থায়ী এবং ৫৯ জন নন-ইপিএফ অস্থায়ী কর্মীর জন্য মোট ৭৩০ জনের বেতন বাবদ মাসে প্রায় ৭১ লক্ষ টাকা খরচ হত। এর পাশাপাশি ২৯১ জন স্থায়ী কর্মীর বেতন বাবদ ২৫ লক্ষ টাকা এবং পেনশন বাবদ প্রায় ৪০ লক্ষ টাকার বোঝা রয়েছে। এই অবস্থায় ছাঁটাই ছাড়া বিকল্প ছিল না বলেই তিনি দাবি করেন। তাঁর কথায়, “২৫টি ওয়ার্ডের প্রায় ২ লক্ষ মানুষের জন্য ৯০০ থেকে ৯৩০ জন কর্মী যথেষ্ট। এতে ভালো পরিষেবা দেওয়া সম্ভব হবে।” Murshidabad News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের বাস্তব রূপ! ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি পুরসভাকে দেউলিয়া করার জন্য দায়ী নেতৃত্বের বিরুদ্ধে দল বা সরকার কোনও ব্যবস্থা নেবে কি না এই প্রশ্নে মহুয়া মৈত্র বলেন, সরকার যে কোনও সময় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। উদাহরণ দিয়ে তিনি বলেন, “দেখতেই পাচ্ছেন, একজন মহকুমাশাসক পুরপ্রশাসকের দায়িত্বে বসে কাজ করছেন। আগে যেখানে নির্বাচিত বোর্ড ছিল, সেখানে এখন প্রশাসক রয়েছেন। অর্থাৎ সরকার কিছু না কিছু ব্যবস্থা নিচ্ছেই। ব্যবস্থা না নিলে আগের মতোই সব চলত।” West Bengal News Live Updates: 'মেসির চেয়েও ভালো ড্রিবলিং জানেন মুখ্যমন্ত্রী',SIR ইস্যুতে মমতাকে নিশানা শমীকের
Budget 2026: রবিবারেই পেশ হবে বাজেট ২০২৬: কেন্দ্রীয় সূত্র
Budget Date 2026: হোক না রবিবার, রীতি মেনে ১ ফেব্রুয়ারিই পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। সাম্প্রতিক সময়ে এই প্রথম রবিবার বাজেট পেশ হবে। সূত্রের খবর, যুগ্ম সংসদীয় অধিবেশন হবে ২৮ জানুয়ারি। ওই দিন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। ২৯ জানুয়ারি পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা।
Ajker Rashifal Bengali, 8 January, 2026: ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার। আজ যাঁদের জন্মদিন, পাশ্চাত্য মতে তাঁদের রাশি মকর এবং প্রভাবকারী গ্রহ শনি। জন্ম তারিখ আট হওয়ায় শনির প্রভাব আজ বিশেষভাবে থাকবে। নীল বর্ণ আজ সৌভাগ্য বয়ে আনতে পারে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের জন্য আজ সৃজনশীল কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা প্রবল। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। শিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্তদের জীবনে অপ্রত্যাশিত কোনও ঘটনা মানসিক আলোড়ন আনতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই শ্রেয়। আরও পড়ুন- মৌনী অমাবস্যা কবে, ১৮ না ১৯ জানুয়ারি? এর ধর্মীয় তাৎপর্যর কথা শুনলে আপনিও সঠিক তারিখের খোঁজ করবেন বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জাতকদের পারিবারিক পরিবেশ আজ কিছুটা অস্থির হতে পারে। আত্মীয়দের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে এবং ব্যবসায়িক সিদ্ধান্তে জটিলতা তৈরি হতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। আরও পড়ুন- বাস্তবের 'সত্যবাদী যুধিষ্ঠির'! পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মিথ্যার আশ্রয় নেন না এই ৪ রাশি মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতকদের জন্য আজ মধ্যস্থতার কাজ কঠিন হয়ে উঠতে পারে। ভাইবোন বা প্রতিবেশীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসার সঙ্গে যুক্তরা অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হতে পারেন। আরও পড়ুন- শীতের হিমেল হাওয়ায় সুখ খুঁজে পান, ঠান্ডায় কর্মক্ষমতা বাড়ে এই ৭ রাশির কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতকদের আজ অর্থনৈতিক বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে। বকেয়া টাকা আদায়ে বিলম্ব হতে পারে। আত্মীয়স্বজনের আচরণে মন খারাপ হলেও সঞ্চয়ের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত রয়েছে। আরও পড়ুন- মানিপ্ল্যান্টে এই দুই সাধারণ জিনিস বেঁধে দিলেই বদলে যাবে ভাগ্য, বিদায় নেবে অর্থকষ্ট! সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সংযত থাকা জরুরি। আজ ভুল বোঝাবুঝি থেকে বিরোধ তৈরি হতে পারে। চোখ ও ত্বক সংক্রান্ত সমস্যায় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের আজ ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ব্যবসায়িক কারণে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে। ভ্রমণ সংক্রান্ত ব্যবসায় উন্নতির যোগ রয়েছে এবং প্রবাসীদের জীবনে হঠাৎ কোনও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জাতকদের জন্য আজ কর্মক্ষেত্রে অতিরিক্ত আয়ের সম্ভাবনা থাকলেও ব্যবসায় সতর্কতা জরুরি। বন্ধু বা বড় ভাইবোনের সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে জটিলতা বাড়তে পারে। পিতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সংযম বজায় রাখা প্রয়োজন। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকদের জন্য দিনটি আধ্যাত্মিক চর্চার পক্ষে অনুকূল হলেও বিদেশ সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দিতে পারে। আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে বাড়তি সতর্কতা প্রয়োজন। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের জন্য আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই শ্রেয়। অনৈতিক পথে না গিয়ে ধৈর্য ধরলে ভবিষ্যতে সুফল মিলবে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের দাম্পত্য জীবনে অশান্তির আশঙ্কা রয়েছে। অংশীদারি ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের আজ গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকতে হবে। অর্থ লেনদেনে সংযম জরুরি। আচরণে পরিবর্তন আনলে পরিস্থিতি অনুকূল হবে। জ্যোতিষ শাস্ত্র মতে আজ সকাল, দুপুর ও রাত্রির নির্দিষ্ট সময়গুলি শুভ কাজের জন্য অনুকূল। চন্দ্র আজ সিংহ রাশিতে অবস্থান করছে এবং পঞ্চমী তিথি শেষে ষষ্ঠী তিথি শুরু হবে, যার ফলে সিদ্ধান্ত গ্রহণে সংযম জরুরি।
নন্দীগ্রাম দিবসে কড়া বার্তা শুভেন্দুর
নন্দীগ্রামে ভাঙ্গাভেড়া শহিদ মিনারে শহিদ স্মরণ সভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ২০০৭ সালে ভূমি আন্দোলন করতে গিয়ে ৭ জানুয়ারি রাত জেগে পাহারা দেওয়ার সময় খেজুরি নন্দীগ্রাম সংযোগস্থল ভাঙাভেড়া ব্রিজের কাছে খেজুরির দিক থেকে সিপিআইএমের হার্মাদদের গুলিতে নিহত হয় ভরত মন্ডল শেখ , শেখ সেলিম, বিশ্বজিৎ মাইতি।
৮ জানুয়ারি রাশিফল: অর্থাগমের দারুণ সুযোগ নাকি গোপন শত্রুভয়? আপনার ভাগ্যে কী?
জেনে নিন আজকের রাশিফল।

13 C