SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

12    C
... ...View News by News Source

কোরান সাক্ষী রেখে নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ, পরিত্যক্ত স্টেশনে দাঁড়িয়ে কী বার্তা মামদানির?

কেন পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নিলেন মামদানি?

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 12:23 pm

Dakshineswar Temple |নতুন বছরের প্রথম সকাল, কল্পতরু উৎসবে তিল ধারণের জায়গা নেই দক্ষিণেশ্বর-কাশীপুরে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথমদিন। আর বছরের প্রথমদিন মানেই পুজোপাঠ, প্রার্থনায় নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা। আর নতুন বছরের প্রথম সকালেই ভক্তি ও বিশ্বাসের এক অনন্য ছবি ফুটে উঠল দক্ষিণেশ্বর (Dakshineswar Temple) থেকে কাশীপুর উদ্যানবাটিতে (Kashipur Udyanbati)। ১ জানুয়ারি অর্থাৎ কল্পতরু উৎসব উপলক্ষ্যে বৃহস্পতিবার ভোররাত থেকে রাজ্যের বিভিন্ন তীর্থক্ষেত্রে নেমেছে মানুষের ঢল। […] The post Dakshineswar Temple | নতুন বছরের প্রথম সকাল, কল্পতরু উৎসবে তিল ধারণের জায়গা নেই দক্ষিণেশ্বর-কাশীপুরে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Jan 2026 12:23 pm

PM MODI Letter: ভারত বাংলাদেশের সুষ্ঠ সম্পর্কে বিরাট প্রয়াস প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি চিঠি পাঠালেন তারেক রহমানকে

PM MODI Letter to bnp tarique rahman: বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ঢাকায় বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তুলে দেন। ঢাকা সফরের সময় দুজনের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ হয়। ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে লেখা ওই চিঠিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্কের এক ‘নতুন অধ্যায়’-এর প্রত্যাশার কথাও তুলে ধরেছেন তিনি। প্রধানমন্ত্রীর চিঠিতে বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে তিনি গভীরভাবে মর্মাহত। এই অপূরণীয় ক্ষতির জন্য তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি প্রার্থনা করেছেন, ঈশ্বর যেন প্রয়াত নেত্রীর আত্মাকে চিরশান্তি দান করেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী ২০১৫ সালের জুন মাসে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাৎ ও আলোচনার কথাও স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া ছিলেন অসাধারণ দৃঢ়তা ও সংকল্পের অধিকারী এক নেত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়নে যেমন তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তেমনই ভারত-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও লেখেন, খালেদা জিয়ার প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয় হলেও তাঁর দূরদর্শিতা ও রাজনৈতিক উত্তরাধিকার চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি-র তারেক রহমানের নেতৃত্বে সেই আদর্শ এগিয়ে যাবে এবং ভারত-বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বের সম্পর্ক নতুন দিশা ও সমৃদ্ধির পথে অগ্রসর হবে। চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতিও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশের মানুষ তাঁদের ইতিহাসে যে সাহস ও মর্যাদার পরিচয় দিয়েছেন, তা অনুপ্রেরণার উৎস। গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ শান্তি ও সৌহার্দ্যের পথে এগিয়ে যাবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। চিঠির শেষাংশে প্রধানমন্ত্রী মোদী আবারও তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ও শক্তি কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতের সব প্রচেষ্টার জন্য তারেক রহমানের প্রতি শুভেচ্ছাও জানান তিনি। আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে আরও পড়ুন- West Bengal news live updates: নতুন বছরের প্রথম দিনেই নবান্নে বড় চমক! বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী আরও পড়ুন- আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 12:23 pm

2026 Bollywood Films: রামায়ণ থেকে কিং: ২০২৬ সালে বক্স অফিসের ভাগ্য বদলাতে আসছে যেসব ছবি

২০২৬: বলিউডের ‘মেক-অর-ব্রেক’ বছর? যেসব ছবির উপর তাকিয়ে গোটা ইন্ডাস্ট্রি.. সত্যি বলতে, ২০২৫ সালটা সিনেমার দিক থেকে মোটামুটি হালকা কেটেছে। একাধিক টেন্টপোল ফিল্ম প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে- বিশেষ করে ওয়ার ২ এবং কুলি। স্বাধীন সিনেমাগুলি বরাবরের মতোই প্রেক্ষাগৃহ পাওয়ার লড়াই চালিয়ে গেছে। ফলে এখন বলিউডের নজর সম্পূর্ণভাবে ২০২৬-এর দিকে। বিশেষ করে অ্যাকশন ঘরানার জন্য আসন্ন বছরটি হতে পারে ভাগ্য নির্ধারণকারী। এই কয়েকটি বড় ছবির সাফল্য বা ব্যর্থতার সঙ্গেই জড়িয়ে আছে গোটা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। 1. রামায়ণ: পর্ব ১ নীতেশ তিওয়ারি পরিচালিত এই দুই পর্বের মহাকাব্যটি নিঃসন্দেহে ২০২৬ সালের সবচেয়ে বড় মুক্তি। ভগবান রাম, সীতা ও রাবণের ভূমিকায় রয়েছেন যথাক্রমে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ। হান্স জিমার ও এ আর রহমানের সংগীত, প্রাইম ফোকাসের নমিত মালহোত্রার প্রযোজনা এবং প্রায় ৪,০০০ কোটি টাকার বাজেট- সব মিলিয়ে দীপাবলি ২০২৬-এ মুক্তির জন্য নির্ধারিত এই ছবির দিকে তাকিয়ে গোটা ইন্ডাস্ট্রি। 2. কিং তিন বছর পর, বড় পর্দায় শাহরুখ খান ফিরছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন ছবি কিং দিয়ে। এখানে তিনি একজন ঘাতকের ভূমিকায়। দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত থেকে শুরু করে রানি মুখোপাধ্যায় ও অনিল কাপুর- তারকাবহুল এই ছবির প্রথম ঝলক শাহরুখের ৬০তম জন্মদিনেই বিপুল আলোড়ন তুলেছে। Spirit first look: নতুন বছরের শুরুতেই ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক, প্রভাস–তৃপ্তিকে ঘিরে বিতর্ক 3. ধুরন্ধর ২ ২০২৫ সালের সর্বাধিক উপার্জনকারী ছবির সিক্যুয়াল, ঈদ ২০২৬-এ মুক্তি পেতে চলেছে। আদিত্য ধর পরিচালিত এই গ্যাংস্টার-স্পাই থ্রিলারে রণবীর সিং আবারও ভারতীয় গুপ্তচরের ভূমিকায়। পাকিস্তানে আন্ডারওয়ার্ল্ডে অনুপ্রবেশ, আইএসআই জেনারেল (অর্জুন রামপাল) এর সঙ্গে দ্বন্দ্ব- সব মিলিয়ে এটি রণবীরের চরিত্রের শেষ অধ্যায় হতে চলেছে। 4. জেইলার ২ কুলি দিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, রজনীকান্ত ফিরছেন তাঁর ২০২৩ সালের ব্লকবাস্টার জেইলার-এর সিক্যুয়াল নিয়ে। মিঠুন চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী, ছবিতে ক্যামিও করবেন মোহনলাল, শাহরুখ খান, রম্যা কৃষ্ণান ও শিব রাজকুমার- যা ভক্তদের উত্তেজনা বহুগুণ বাড়িয়েছে। 5. টক্সিক ঈদ ২০২৬ শুধুই ধুরন্ধর ২-এর জন্য নয়। যশ ফিরছেন, গীতু মোহনদাস পরিচালিত টক্সিক নিয়ে। নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি-সহ শক্তিশালী কাস্ট নিয়ে এই ছবির কাহিনি গোপন থাকলেও, যশ বনাম রণবীর সিং বক্স অফিস সংঘর্ষ নিশ্চিত। Agastya Nanda-Ikkis: অগস্ত্য নন্দার অভিনয়ে মুগ্ধ অরুণ খেতারপালের ভাই, কাঁদাল ‘ইক্কিস’... 6. ব্যাটল অফ গালওয়ান মহামারী পরবর্তী সময়ে, বক্স অফিসে ধাক্কা খাওয়া সালমান খান প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়েছেন এই দেশাত্মবোধক ছবির মাধ্যমে। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পটভূমিতে নির্মিত, এই ছবির টিজার সালমানের ৬০তম জন্মদিনে প্রকাশ পেয়েছে এবং ইতিমধ্যেই আলোচনায়। 7. জন নায়াগান পূর্ণকালীন রাজনীতিতে যাওয়ার আগে বিজয়ের শেষ ছবি হতে চলেছে জন নায়াগান। এইচ বিনোথ পরিচালিত এই ছবিতে রয়েছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন-সহ একাধিক পরিচিত মুখ। 8. দ্য রাজা সাব পোঙ্গলে, বিজয়ের সঙ্গে টক্কর দিতে আসছেন প্রভাস, তাঁর হরর-কমেডি দ্য রাজা সাব নিয়ে। সঞ্জয় দত্ত, বোমান ইরানি ও মালবিকা মোহননের উপস্থিতিতে অ্যাকশন-হাস্যরস-হররের মিশ্রণ দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। 9. আলফা War 2-এর ব্যর্থতার পর যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স নতুন দিশা খুঁজছে আলফা দিয়ে। এটি ইউনিভার্সের প্রথম মহিলা-নেতৃত্বাধীন গুপ্তচর ছবি, যেখানে মুখ্য ভূমিকায় আলিয়া ভাট ও শর্ভরি। চরিত্রনির্ভর, বাস্তবধর্মী অ্যাকশনই এখানে মূল ফোকাস।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 12:13 pm

নববর্ষের আনন্দ মুহূর্তে শোকে পরিণত! সুইজারল্যান্ডের নাইটক্লাবে বর্ষবরণের মাঝে বিস্ফোরণ, মৃত্যুর আশঙ্কা

নববর্ষের আনন্দ মুহূর্তে শোকে পরিণত হল সুইজারল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর ক্র্যানস-মন্টানা। নববর্ষ উদযাপনের সময় একটি বার কাম রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেই খবর মিলছে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভ্যালাইস ক্যান্টন পুলিশের সূত্রে জানা গিয়েছে, নববর্ষের রাতে ক্র্যানস-মন্টানার একটি বারে এক বা একাধিক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই বারে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিট নাগাদ আগুনের সূত্রপাত হয়। সে সময় নববর্ষ উদযাপন চলছিল এবং বারের ভিতরে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় সেখানে হাজির সকলের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আতঙ্কে বহু মানুষ বারে থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত কোনও কারণ নাকি গ্যাস বা অন্য কোনও দাহ্য পদার্থ থেকে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নববর্ষের রাতে এমন মর্মান্তিক ঘটনায় সুইজারল্যান্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ⚡ Several people were ki!!ed and others injured after an explosion tore through a bar in the luxury Alpine ski resort of Crans-Montana, Swiss police say. A cantonal police spokesperson told AFP that the blast was of unknown origin while confirming multiple fatalities. pic.twitter.com/GGbEOvvKrk — Osint World (@OsiOsint1) January 1, 2026 সুইস সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, বিস্ফোরণের পর গোটা নাইটক্লাবটিতে আগুন লেগে যায় এবং আশপাশে জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধারকাজে ব্যস্ত রয়েছেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিলাসবহুল আলপাইন স্কি রিসর্ট এলাকার মধ্যেই থাকা একটি বারে বিস্ফোরণটি ঘটে। আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে আরও পড়ুন- West Bengal news live updates: নতুন বছরের প্রথম দিনেই নবান্নে বড় চমক! বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী আরও পড়ুন- আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 12:11 pm

ITC share price fall today: নতুন বছরে তামাক বাজারে জোর ধাক্কা, বিরাট পতন আইটিসি ও গডফ্রে ফিলিপসের শেয়ারের, কেন?

ITC share price fall today: নতুন বছরের শুরুতেই শেয়ার বাজারে বড় চমক দেখা গেল তামাক খাতে। ২০২৬ সালের প্রথম কার্যদিবসেই আইটিসি ও গডফ্রে ফিলিপসের মতো বড় তামাক কোম্পানির শেয়ারে তীব্র পতন লক্ষ্য করা গেছে। বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই আইটিসি শেয়ার ৬ শতাংশের বেশি পড়ে যায় এবং গডফ্রে ফিলিপসের শেয়ার প্রায় ১০ শতাংশ পর্যন্ত নেমে আসে। এই আকস্মিক পতনের মূল কারণ হিসেবে উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের সিগারেটের ওপর নতুন এক্সাইজ ডিউটি বৃদ্ধির ঘোষণা। ডিসেম্বর মাসে সংসদে সেন্ট্রাল এক্সাইজ সংশোধনী বিল ২০২৫ পাস হয়, যার ফলে সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যের ওপর কর কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে। এই নতুন আইন অনুযায়ী, আগে যে অস্থায়ী লেভি ব্যবস্থা চালু ছিল, তা বাতিল করে স্থায়ীভাবে এক্সাইজ ডিউটি বাড়ানোর পথ পরিষ্কার করা হয়েছে। এর প্রভাব সরাসরি পড়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত তামাক কোম্পানিগুলির ওপর। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন এক্সাইজ ডিউটি বর্তমান জিএসটির ওপর অতিরিক্ত হিসেবে বসবে। বর্তমানে সিগারেটের ওপর ৪০ শতাংশ জিএসটি রয়েছে এবং তার সঙ্গে যুক্ত হবে নতুন এক্সাইজ কর। সিগারেটের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে প্রতি একহাজার স্টিকের ওপর কর ধার্য হবে প্রায় ২,০৫০ টাকা থেকে শুরু করে ৮,৫০০ টাকা পর্যন্ত। এর ফলে সিগারেটের মোট করের হার আরও বেড়ে যাবে। আরও পড়ুন- নামেই উন্নত দেশ, এখন কি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বড় ঘাঁটি অস্ট্রেলিয়া? বর্তমানে ভারতে সিগারেটের খুচরো দামের প্রায় ৫৩ শতাংশ কর হিসেবে নেওয়া হয়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা ৭৫ শতাংশের তুলনায় কম। নতুন কর বৃদ্ধির মাধ্যমে সরকার ধূমপান নিরুৎসাহিত করার পাশাপাশি রাজস্ব বৃদ্ধির দিকেও নজর দিয়েছে। তবে এই সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এর সরাসরি প্রভাব পড়বে তামাক কোম্পানির বিক্রি এবং মুনাফার ওপর। আরও পড়ুন- ইন্টারনেট থামেনি এক মুহূর্তও! ২০২৫ সালের সবচেয়ে ভাইরাল ১০ মুহূর্ত, যা গোটা বিশ্বকে নড়িয়ে দিয়েছে বাজার বিশ্লেষকদের মতে, নতুন এক্সাইজ ডিউটির ফলে ৭৫ থেকে ৮৫ মিলিমিটার দৈর্ঘ্যের সিগারেটের দাম ২২ থেকে ২৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আইটিসির মোট বিক্রির একটি উল্লেখযোগ্য অংশ এই ক্যাটাগরির সিগারেট থেকে আসে। বিশেষজ্ঞদের ধারণা, প্রতি স্টিকের দাম ২ থেকে ৩ টাকা পর্যন্ত বাড়তে পারে, যা সাধারণ ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করবে এবং চাহিদা কমার আশঙ্কা তৈরি করবে। আরও পড়ুন- শরীর দিচ্ছে সতর্কতা! এই ৬ লক্ষণ অবহেলা করলে বাড়তে পারে থাইরয়েডের সমস্যা! এই আশঙ্কার কারণেই শেয়ার বাজারে বিনিয়োগকারীরা আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছেন। অনেকেই মনে করছেন, সিগারেটের দাম বাড়লে বিক্রি কমবে, ফলে কোম্পানির আয়ে প্রভাব পড়বে। এই অনিশ্চয়তা থেকেই নতুন বছরের প্রথম দিনেই তামাকের শেয়ারে এই পতন ঘটল। আইটিসি শুধুমাত্র তামাক ব্যবসার ওপর নির্ভরশীল নয়, খাদ্যপণ্য, হোটেল এবং অন্যান্য খাতেও তাদের উপস্থিতি রয়েছে। তবুও বাজারের একটি বড় অংশ আইটিসিকে এখনও তামাক কোম্পানি হিসেবেই দেখে। তাই সিগারেট সংক্রান্ত যে কোনও নীতিগত পরিবর্তন সরাসরি আইটিসির শেয়ারের ওপর প্রভাব ফেলে। গডফ্রে ফিলিপসের ক্ষেত্রে এই নির্ভরতা আরও বেশি হওয়ায় তাদের শেয়ারে পতনের মাত্রা তুলনামূলকভাবে বেশি। আরও পড়ুন- বরফে জমিয়ে রাখা কোন খাবারগুলো ক্ষতি করছে আপনার শরীরের? নতুন কর কাঠামো ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে কোম্পানিগুলি কীভাবে দাম সমন্বয় করে এবং বিক্রির কৌশল বদলায়, তার উপর অনেক কিছু নির্ভর করবে। বাজার এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে। বিনিয়োগকারীদের জন্য এটি একটি সতর্কতার সময়, যেখানে নীতিগত সিদ্ধান্তের প্রভাব বোঝা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে বলা যায়, ২০২৬ সালের শুরুতে তামাক খাত যে চাপে পড়েছে, তা স্পষ্ট। সরকারি কর নীতির পরিবর্তন কীভাবে দীর্ঘমেয়াদে এই খাতকে প্রভাবিত করে, সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত আইটিসি ও গডফ্রে ফিলিপসের শেয়ার পতনের প্রধান কারণ হিসেবে নতুন এক্সাইজ ডিউটি বৃদ্ধিকেই দায়ী করছেন বাজার বিশেষজ্ঞরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 12:04 pm

হাই কোর্টের নির্দেশে বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে গ্রাহ্য নয়, বড় নির্দেশ কমিশনের

রাজ্যজুড়ে চলছে এসআইআরের শুনানিপর্ব।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 12:00 pm

Bankura: শুনানিতে দেখাতে পারেননি নথি, বাড়িতে ফিরেই বৃদ্ধা দিলেন চরম খেসারত

SIR In WB: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লেদারঘাট গ্রামের বছর ৬৫ র বাসিন্দা রহিমা বিবি স্বামীর মৃত্যুর পর থেকে গ্রামেই বসবাস করা নিজের মেয়ে ও জামাইয়ের কাছে থাকতেন। এসআইআর প্রক্রিয়া শুরু হলে অন্যান্যদের মতো রহিমা বিবিও গণনা ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন।

টিভি 9 বাংলা 1 Jan 2026 11:58 am

Gold-Silver Price Today: নতুন বছরের প্রথম দিনেই সস্তা সোনা, কলকাতায় কতটা কমল হলুদ ধাতুর দর?

Gold-Silver Price 1st Jan 2026: নতুন বছরের প্রথম দিনেই সোনা ও রুপোর দামে সামান্য ওঠানামা লক্ষ্য করা গিয়েছে । বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) ভারতীয় বাজারে বড় কোনও পরিবর্তন না হলেও, আগের দিনের তুলনায় দাম কিছুটা কমেছে। বাজার সূত্রে জানা গিয়েছে, এদিন সোনার দাম প্রায় ২২০ টাকা কমেছে, আর রুপোর দাম নেমেছে প্রায় ১৪০ টাকা। এর জেরে ২২ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ১,২৪,৩২৮ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে প্রতি ১০ গ্রামে ১,৩৫,৬৩০ টাকা। একই সঙ্গে রুপোর দাম কমে দাঁড়িয়েছে প্রতি কেজিতে ২,৩৫,৯৩০ টাকা। আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) এদিন সোনার দাম ২০২ টাকা বা ০.১৫ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ১,৩৫,২৪৫ টাকায় লেনদেন হচ্ছে। অন্যদিকে রুপোর দাম এখানে ৮০ টাকা বা ০.০৩ শতাংশ বেড়ে প্রতি কেজিতে ২,৩৫,৭৮১ টাকায় পৌঁছেছে। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দরপতনের ছবি স্পষ্ট। ইউএস কমেক্সে সোনার দাম ৫৪.২০ ডলার বা ১.২৪ শতাংশ কমে প্রতি আউন্সে ৪,৩৪১.১০ ডলারে নেমেছে। একই সঙ্গে রুপোর দামও বড়সড় ধাক্কা খেয়ে ৬.৯৪ ডলার বা ৮.৯১ শতাংশ কমে প্রতি আউন্সে ৭০.৬০ ডলারে লেনদেন হচ্ছে। শহরভেদে সোনা ও রুপোর দামে কিছুটা তারতম্য দেখা যাচ্ছে। দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,২৩,৮৯৭ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১,৩৫,১৬০ টাকা। সেখানে রুপোর দাম প্রতি কেজিতে ২,৩৫,১১০ টাকা। আরও পড়ুন- শীত হোক বা উইকেন্ড, কলকাতার কাছে 'সেরার সেরা' এই ৫ পিকনিক স্পট মিস করবেন না মুম্বইয়ে ২২ ক্যারেট সোনা ১,২৪,১০৮ টাকা, ২৪ ক্যারেট সোনা ১,৩৫,৩৯০ টাকা এবং রুপোর দাম ২,৩৫,৫২০ টাকা। কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ১,২৩,৯৪৩ টাকা, ২৪ ক্যারেট সোনা ১,৩৫,২১০ টাকা এবং রুপো ২,৩৫,২১০ টাকা প্রতি কেজি। চেন্নাইয়ে তুলনামূলকভাবে দাম কিছুটা বেশি। এখানে ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ১,২৪,৪৬৫ টাকা, ২৪ ক্যারেট সোনা ১,৩৫,৭৮০ টাকা এবং রুপোর দাম ২,৩৬,২০০ টাকা। লখনউ, নয়ডা, গাজিয়াবাদের মতো শহরগুলিতে ২২ ক্যারেট সোনার দাম প্রায় ১,২৪,১৪৪ টাকা এবং ২৪ ক্যারেট সোনা ১,৩৫,৪৩০ টাকার আশেপাশে রয়েছে। রুপোর দাম সেখানে প্রায় ২,৩৫,৫৮০ টাকা প্রতি কেজি। সব মিলিয়ে, নতুন বছরের শুরুতে সোনা ও রুপোর বাজারে বড় কোনও অস্থিরতা না থাকলেও, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে হালকা চাপ বজায় রয়েছে। বিনিয়োগকারী ও ক্রেতারা আপাতত বাজারের গতিপ্রকৃতির দিকেই নজর রাখছেন। আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে আরও পড়ুন- West Bengal news live updates: নতুন বছরের প্রথম দিনেই নবান্নে বড় চমক! বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী আরও পড়ুন- আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 11:57 am

Darjeeling |হোটেল থেকে টয়ট্রেন ফুল বুকিং, বর্ষবরণে পর্যটকদের উপচে পড়া ভিড়ে জমজমাট দার্জিলিং

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: বর্ষশেষে জমজমাট শৈলশহর দার্জিলিং (Darjeeling)। ম্যালের চৌরাস্তা থেকে গ্লেনারিজ, টয়ট্রেনের স্টেশন থেকে চিড়িয়াখানা- সর্বত্রই থিকথিকে ভিড় পর্যটকদের। নতুন বছরকে স্বাগত জানাতে দার্জিলিংজুড়ে আলোকমালায় সেজে উঠেছে। হোটেল, রেস্তোরাঁয় লাইভ মিউজিক, ডিজে বাজিয়ে রাতভর পার্টির আয়োজন হয়েছে। ক’দিন আগেই পর্যটক নিয়ে পাহাড়ে গাড়ি চলাচলে সমস্যা তৈরি হয়েছিল। পাহাড় ও সমতলের গাড়িচালকদের টানাপোড়েনে বেশ কিছুদিন […] The post Darjeeling | হোটেল থেকে টয়ট্রেন ফুল বুকিং, বর্ষবরণে পর্যটকদের উপচে পড়া ভিড়ে জমজমাট দার্জিলিং appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Jan 2026 11:52 am

Dilip Ghosh: আবারও সক্রিয় দিলীপ ঘোষ? বহুদিন পর যাচ্ছেন সল্টলেকের পার্টি অফিসে

জানা যাচ্ছে, রাজ্য বিজেপির যে পার্টি অফিস রয়েছে সল্টলেকে সেখানে তিনি আসবেন। প্রায় তিন ঘণ্টা থাকার কথা রয়েছে। একই সঙ্গে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করবেন বলেই জানা যাচ্ছে। গতকাল সূত্র মারফত জানা গিয়েছিল, অমিত শাহ তাঁকে বলেছিলেন তৈরি থাকুন, কাজে করতে হবে।

টিভি 9 বাংলা 1 Jan 2026 11:46 am

এ কোন সকাল…

শুরু হল ইংরেজি নতুন বছরের পথ চলা। সদ্য পার করে আসা ২০২৫-এ বহু ক্ষেত্রে যেমন নতুন আশার সঞ্চার হয়েছে, তেমনই বেশ কিছু ব্যাপারে অনিশ্চয়তার মেঘ ছিল। তবে প্রতিটি রাতের শেষে যেমন নতুন সকাল আসে, ২০২৫ পেরিয়ে তেমন ২০২৬-কে ঘিরে প্রত্যাশার পারদ আকাশচুম্বী। সেই প্রত্যাশা কতটা পূরণ হবে, তার উত্তর আগামী ৩৬৫ দিন দেবে। তাই বলে […] The post এ কোন সকাল… appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Jan 2026 11:45 am

বাজবলের মৃত্যুঘণ্টা, ম্যাকালামের হাতে আর মাত্র এক ম্যাচ! ডেডলাইন বেঁধে দিলেন প্রাক্তনী

বাজবলের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 11:44 am

‘রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রাম চলবে’, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে লড়াকু বার্তা মমতার

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে লড়াকু বার্তা দলনেত্রীর।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 11:38 am

পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ ওড়াল মার্কিন গোয়েন্দা সংস্থা! সুর বদল ট্রাম্পেরও? 

উপগ্রহচিত্র ও রাডার বিশ্লেষণ করে দাবি সিআইএ-র।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 11:37 am

যন্ত্র যখন ডিনার­–টেবিলের সঙ্গী

নীলাচল রায় সভ্যতার আদি লগ্ন থেকে মানুষের কাছে আহার কেবল ক্ষুধানিবৃত্তির মাধ্যম ছিল না। বরং বন্ধুবান্ধব বা প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া দুপুরের খাবার কিংবা রাতের খাবার ছিল সম্পর্কের বুনন তৈরির একটি অন্যতম সামাজিক উৎসব। কিন্তু প্রযুক্তির জয়যাত্রার এই বর্তমান যুগে সেই চিরচেনা ছবিতে বড়সড়ো বদল আসতে শুরু করেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা […] The post যন্ত্র যখন ডিনার–টেবিলের সঙ্গী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Jan 2026 11:35 am

New Year message for boss: নতুন বছরে বসকে পাঠান এই শুভেচ্ছাবার্তা, সম্পর্ক হবে আরও শক্তিশালী

New Year message for boss: নতুন বছর মানেই এক নতুন আশা, নতুন লক্ষ্য এবং নতুন সম্পর্ক গড়ে তোলার বিশেষ সুযোগ। ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবনেও নতুন বছরের শুরুটা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিসে প্রতিদিন যাঁর নির্দেশ, পরামর্শ এবং নেতৃত্বে আমরা কাজ করি, সেই বসকে নতুন বছরের শুভেচ্ছা জানানো শুধুমাত্র কোনও সৌজন্য নয়, বরং একটি সুস্থ পেশাদার সম্পর্ক বজায় রাখার এক গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই মনে করেন যে বসকে শুভেচ্ছা জানানো মানেই অতিরিক্ত তোষামোদ করা। আসলে বিষয়টি কিন্তু তা নয়। একটি ভদ্র, সংক্ষিপ্ত এবং সম্মানজনক বার্তা আপনার ব্যক্তিত্ব, শালীনতা এবং পেশাদার মনোভাবকেই বরং তুলে ধরে। নতুন বছরের প্রথম দিনে পাঠানো একটি সুন্দর মেসেজ তাই বসের মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যা সারা বছর আপনার কাজের পরিবেশকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে সাহায্য করবে। নতুন বছরে বসকে শুভেচ্ছা জানানোর সময় সেই কারণে শব্দ বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব বেশি আবেগপ্রবণ বা ব্যক্তিগত হয়ে গেলে সেই বার্তার গুরুত্ব কমে যায়, আবার অতিরিক্ত গম্ভীর হলে সেটি কিন্তু নীরস শোনাতে পারে। তাই ভারসাম্য বজায় রেখে এমন একটি বার্তা লেখা এক্ষেত্রে প্রয়োজন, যেখানে সম্মান, কৃতজ্ঞতা এবং আগামীর শুভকামনা একসঙ্গে ফুটে উঠবে। কৃতজ্ঞতা প্রকাশ একটি আদর্শ নতুন বছরের বার্তায় বসের নেতৃত্বের প্রতি সেই কারণেই কৃতজ্ঞতা প্রকাশ করা যেতে পারে। গত বছরে পাওয়া দিকনির্দেশনা, সহযোগিতা বা অনুপ্রেরণার জন্য ধন্যবাদ জানানো হলে বস বুঝতে পারবেন যে তাঁর প্রচেষ্টা আপনি মূল্যায়ন করেন। এতে সম্পর্কের গভীরতা বাড়বে এবং পারস্পরিক শ্রদ্ধা আরও দৃঢ় হবে। আরও পড়ুন- স্বাগত ২০২৬! ভারত ও বিশ্বজুড়ে নতুন বছর উদযাপনের আপডেট দেখুন নতুন বছরকে কেন্দ্র করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানানোও এক্ষেত্রে অত্যন্ত কার্যকর। আগত বছরে সুস্বাস্থ্য, সাফল্য এবং পেশাগত উন্নতির কামনা করলে এই বার্তাটি আরও ইতিবাচক হয়ে উঠতে পারে। এই ধরনের শুভেচ্ছা বসের মনে আপনার প্রতি একটি ভালো ধারণা তৈরি করবে। যা কর্মক্ষেত্রে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াতেই সাহায্য করবে। আরও পড়ুন- সূর্যের শক্তিতে খুলবে ভাগ্য, এই জন্ম তারিখগুলির জন্য ২০২৬-এ পদোন্নতির যোগ প্রবল! যাঁরা নতুন চাকরিতে যোগ দিয়েছেন বা সদ্য পদোন্নতি পেয়েছেন, তাঁদের জন্যও নতুন বছরে বসকে শুভেচ্ছা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আপনি যে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আগ্রহী এবং পেশাদার আচরণে বিশ্বাসী, সেই বার্তাই বসের কাছে স্পষ্টভাবে পৌঁছে যাবে। এমনকী, অভিজ্ঞ কর্মীদের ক্ষেত্রেও এটি অত্যন্ত একটি ভালো অভ্যাস হিসেবেই ধরা হয়ে থাকে। আরও পড়ুন- জানালা দিয়ে আসবাব ফেলা থেকে দরজায় বাসন ভাঙা, নববর্ষে পালনের এসব রীতি অবাক করার মত! বর্তমান সময়ে অনেকেই হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা পাঠাতে অভ্যস্ত হয়ে পড়েছেন। তা সে যে কোনও মাধ্যমই হোক না কেন, বার্তার ভাষা যেন পরিষ্কার, ভদ্র এবং সংক্ষিপ্ত হয়। আর, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খুব লম্বা বা জটিল বার্তা না লিখে সহজ ভাষায় মনের কথা প্রকাশ করলেই সেটি বেশি গ্রহণযোগ্য হতে পারে। আরও পড়ুন- বিশ্বে সবার আগে কোন দেশে আসে ইংরেজি নববর্ষ, সবশেষেই বা কোথায়? জানুন সময়ের পার্থক্যের কারণ নতুন বছরের শুভেচ্ছাবার্তা শুধুমাত্র কোনও আনুষ্ঠানিকতা নয়। এটি আপনার কর্মসংস্কৃতি ও মানসিকতার পরিচয়ই বহন করে। একটি সুন্দর বার্তা বসকে যেমন খুশি করতে পারে, তেমনই আপনাকেও পেশাদার হিসেবে আরও পরিপক্ব করে তোলার পক্ষে যথেষ্ট। তাই নতুন বছরের এই সুযোগটিকে অবহেলা না করে মন থেকে আপনার শুভেচ্ছাবার্তা পাঠান। সবশেষে বলা যায় যে, নতুন বছরের শুরুতে বসকে একটি সম্মানজনক শুভেচ্ছাবার্তা পাঠানো মানেই নিজের জন্য একটি ইতিবাচক পথ তৈরি করে ফেলা। এটি সম্পর্ককে মজবুত করবে, কর্মপরিবেশকে আরও আনন্দদায়ক করে তুলবে। আর, নতুন বছরে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 11:33 am

যুক্তি আর আবেগের দোলাচলে পথ চলা

কোহিনূর কর আজ গোটা বিশ্বে বিজ্ঞানমনস্কতার ফল হিসাবে আপাতদৃষ্টিতে মানবজাতির কিছু সার্বিক উন্নতি হলেও আর্থসামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যথেষ্ট অনিশ্চয়তা আছে। এরই মধ্যে নিয়মমাফিক আরও একটা নতুন বছর শুরু হল। নতুন বছর মানেই অধিকাংশ মানুষ নতুন কিছু আশা করেন। জানুয়ারির প্রথম দিনটাকে শ্রীশ্রীরামকৃষ্ণের অনুগামীরা ‘কল্পতরু দিবস’ হিসাবে মান্যতা দেন। আর যেটা সবচেয়ে বেশি […] The post যুক্তি আর আবেগের দোলাচলে পথ চলা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Jan 2026 11:32 am

Spirit first look: নতুন বছরের শুরুতেই ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক, প্রভাস–তৃপ্তিকে ঘিরে বিতর্ক

সারা সন্ধ্যা জুড়ে নানা কিছুর পর, নতুন বছরের ঠিক শুরুতেই- রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই- সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রকাশ করলেন তাঁর আগামী ছবি ‘স্পিরিট’-এর প্রথম লুক। পুলিশ ড্রামা ঘরানার এই ছবির পোস্টার দিয়েই ২০২৬-কে স্বাগত জানালেন নির্মাতারা। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রভাস ও ত্রিপ্তি ডিমরি। তবে পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড়, কারণ অনেকের চোখে এটি ভাঙ্গার আগের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’ (২০২৩)-এর সঙ্গে অদ্ভুত রকম মিল রাখছে। প্রথম লুকের ভিজ্যুয়ালে দেখা যায়, শার্টলেস প্রভাস ক্যামেরার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর পিঠ জুড়ে ক্ষতচিহ্ন ও ব্যান্ডেজ, তবুও এক হাতে মদের বোতল, অন্য হাতে কোমরে ভর দিয়ে রয়েছেন তিনি। ধূসর শাড়ি পরা ত্রিপ্তি প্রভাসের ঠোঁটে সিগারেট ধরিয়ে দিচ্ছেন- এই দৃশ্যই মূলত বিতর্কের কেন্দ্রে। Chandrabindoo on Messi Kolkata Visit: সল্টলেক মেসি কাণ্ড নিয়ে তীব্র ব্যঙ্গ, মঞ্চ কাঁপাল চন্দ্রবিন্দু ইন্টারনেটে প্রতিক্রিয়া একেবারেই বিভক্ত। অনেক ভক্ত প্রভাসের শারীরিক পরিবর্তন দেখে মুগ্ধ। কেউ কেউ তাঁর বর্তমান লুকের সঙ্গে ‘বাহুবলী’ যুগের ফিটনেসের তুলনা টেনেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “২০২৬-এ আমরা প্রভাসের পিক ফিজিক পাচ্ছি।” View this post on Instagram A post shared by Prabhas (@actorprabhas) Agastya Nanda-Ikkis: অগস্ত্য নন্দার অভিনয়ে মুগ্ধ অরুণ খেতারপালের ভাই, কাঁদাল ‘ইক্কিস’... তবে সমালোচকদের বড় অংশের দাবি, এই পোস্টারটি ‘অ্যানিমেল’ ছবির দ্বিতীয়ার্ধের কথা মনে করিয়ে দেয়। যেখানে আহত রণবীর কাপুরের চরিত্রের পাশে ছিলেন ত্রিপ্তি। বিশেষ করে সিগারেট ধরিয়ে দেওয়ার দৃশ্যটি অনেকের মতে ‘অ্যানিমেল’-এর বিতর্কিত দৃশ্যগুলোর সঙ্গে মিল রাখে। এক নেটিজেন মন্তব্য করেন, “আমি ভেবেছিলাম এটা অ্যানিমেল থেকেই নেওয়া।” আরেকজন লেখেন, “একই লুক, একই ভাইব- ভিন্ন নাম।” এই তুলনা আরও জোরালো হয়েছে কারণ দু’টি ছবিতেই ত্রিপ্তি ডিমরি রয়েছেন। এদিকে, ছবিটি ঘিরে আরেকটি বড় খবর ছিল, যখন ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। প্রথমে প্রভাসের বিপরীতে তাঁকেই দেখা যাওয়ার কথা ছিল। তবে কাজের সময়সীমা ও কিছু লজিস্টিক সমস্যার কারণে তিনি প্রকল্প ছেড়ে দেন। এরপরই সন্দীপ রেড্ডি ভাঙ্গা ত্রিপ্তিকে মুখ্য চরিত্রে নেন, যিনি ‘অ্যানিমেল’-এর সাফল্যের পর দ্রুতই ছবিতে যোগ দেন। সব মিলিয়ে, ‘স্পিরিট’-এর প্রথম লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই ছবিটি হয়ে উঠেছে বছরের শুরুতেই সবচেয়ে আলোচিত বিষয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 11:26 am

Pakistan Hockey Controversy: পকেট গড়ের মাঠ, নেই একটা টাকাও! রাগে 'চরম সিদ্ধান্ত' পাকিস্তান হকি খেলোয়াড়দের

Pakistan Hockey Team: পাকিস্তান হকি দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড় ইতিমধ্যে বিদ্রোহ শুরু করেছেন। তাদের দাবি, সম্পূর্ণ বেতন নাকি দেওয়া হয়নি। আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে পুরুষ এফআইএইচ প্রো লিগের দ্বিতীয় ভাগ। দাবি করা হয়েছে, যদি সম্পূর্ণ টাকা না দেওয়া হয়, সেক্ষেত্রে এই টুর্নামেন্ট তাঁরা বয়কট করতে পারেন। খেলোয়াড়রা আরও দাবি করেছেন, চলতি মাসের শুরু থেকে আয়োজিত ম্যাচগুলোর দৈনিক ভাতা নাকি তাদের দেওয়া হয়নি। India vs Pakistan Clash 2026: ২০২৬ সালে কবে-কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? নোট করে নিন হাইভোল্টেজ ড্রামার দিনক্ষণ জাতীয় পুরুষ হকি দলের কমপক্ষে ২ সদস্য নিশ্চিত করেছেন, পাকিস্তান হকি অ্যাসোসিয়েশনকে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে, যদি এই আর্থিক সমস্যার সমাধান না করা হয়, তাহলে কোনও হকি তারকা আসন্ন FIH প্রো লিগ খেলবেন না। Pakistan Under-19 Team Dance On Dhurandhar Film Song:ভারতকে হারিয়ে উচ্ছ্বাস পাকিস্তানের, 'উদযাপনের ধরণ' নিয়ে তীব্র বিতর্ক দেওয়া হয়েছিল আশ্বাস একজন হকি খেলোয়াড় বললেন, ' আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, চলতি মাসের শুরুতে আর্জেন্টিনায় আয়োজিত প্রো লিগ প্রতিযোগিতা চলাকালীন প্রতিদিন ৩০ হাজার টাকার ভাতা দেওয়া হবে। গত সপ্তাহে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা পরলেও, তার পরিমাণ ছিল মাত্র ১১ হাজার টাকা। আমাদের কার্যত বঞ্চিত করা হয়েছে।' Pakistani Cricketer Hospitalized: ভয়ঙ্কর রোগে আক্রান্ত পাকিস্তানের বিশ্বজয়ী ক্রিকেটার, চিকিৎসকরা বলে দিলেন... আর্জেন্টিনায় আয়োজিত এই FIH প্রো লিগে ৪ ম্যাচ খেলেছিল পাকিস্তান (Pakistan Hockey Controversy)। এরমধ্যে প্রত্যেকটা ম্যাচই তারা হেরে যায়। এবার আগামী ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ায় তারা ৪ ম্যাচ খেলবে। এদিকে PHF জানিয়েছে, পাকিস্তান হকি বোর্ডের নীতি অনুসারে তারা টুর্নামেন্ট খেলার জন্য যারা এই সফরে বিদেশ গেছেন তাদের ৪০ শতাংশ মার্কিন ডলার দৈনিক ভাতা হিসেবে দেওয়া হয়েছে। India vs Pakistan: 'চিরশত্রু' পাকিস্তানকে সাহায্য? এ কী করলেন ভারতীয় ক্রিকেটার! তোলপাড় দেশজুড়ে

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 11:18 am

বিজয়ের সঙ্গে ‘প্রি-হানিমুনে’রশ্মিকা! নতুন বছরের শুভেচ্ছা পোস্টে মিলল কোন ইঙ্গিত?

বিজয়ের সঙ্গে বিয়ের আগে 'প্রি-হানিমুনে' বিদেশে রশ্মিকা!

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 11:02 am

West Bengal News Today Live: রাজ্যে ফের মৃত্যু, পরিবার বলছে SIR আতঙ্কে হার্ট অ্যাটাক

Breaking News in Bengali Live Updates: দীর্ঘদিন ধরে দলে সক্রিয় না থাকা দিলীপ ঘোষও শাহ দাওয়াই নড়েচড়ে বসেছেন। অপরদিকে, এসআইআর আবহে অভিষেক গিয়েছেন দিল্লিতে। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে কী কী কথা হয়েছে তা জানিয়েছেন। ফলে নতুন বছর কেমন কাটে এখন সেইটাই দেখার।

টিভি 9 বাংলা 1 Jan 2026 11:00 am

Vande Bharat Sleeper Train: স্পিডের কাটা ১৮০ কিলোমিটার পার করল,বন্দে ভারত স্লিপার ট্রেনের ভিতরে কী হল দেখুন…

Vande Bharat Sleeper Train-Water Test: বন্দে ভারতের নতুন সংস্করণ, বন্দে ভারত স্লিপার চালু হতে চলেছে। ইতিমধ্যেই ট্রায়াল রানও হয়ে গিয়েছে। ২০২৬ সাল থেকেই এই ট্রেনের যাত্রা শুরু হতে চলেছে। দূরের রুটেও এবার চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন। যাত্রীরা শুয়ে-বসে আরামে যাতায়াত করতে পারবেন।

টিভি 9 বাংলা 1 Jan 2026 10:59 am

গুচ্ছ স্পিনার, ‘অনভিজ্ঞ’দল নিয়ে টি-২০ বিশ্বকাপে আসছে অজিরা, দল ঘোষণা আফগানদেরও

আফগানদের নেতৃত্ব দেবেন রশিদ খান।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 10:56 am

ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, তামাক, সিগারেট, পান মাসালা ও অন্যান্য ‘সিন’ পণ্যের কোম্পানিগুলির শেয়ার নজরকাড়াভাবে পড়েছে। এর কারণ, সরকার বুধবার জানিয়েছে যে ১ ফেব্রুয়ারি থেকে এই পণ্যে অতিরিক্ত এক্সাইজ ডিউটি এবং নতুন সেস আরোপ করা হবে। এনএসই-তে গোডফ্রে ফিলিপসের শেয়ার সর্বনিম্ন ২,৪৯০.২০ টাকা পর্যন্ত পড়ে, যা ৯.৮৫% পতন। আইটিসি শেয়ারও ৬% কমে ৩৭৮.৫৫ টাকায় অবস্থান করছে। ভিএসটি ইন্ডাস্ট্রিজ ০.৮% কমে ২৫৫.৫০ টাকায় ট্রেড করছে। শেয়ার বাজারে এই চাপের কারণ হিসেবে বলা হচ্ছে, অতিরিক্ত শুল্কের ফলে তামাকজাত পণ্যের দাম বেড়ে যাবে, যা সংশ্লিষ্ট কোম্পানিগুলির ব্যবসায় প্রভাব ফেলবে। আরও পড়ুন- West Bengal news live updates: নতুন বছরের প্রথম দিনেই নবান্নে বড় চমক! বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী নতুন শুল্কের বিবরণ: ১ ফেব্রুয়ারি থেকে তামাক, সিগারেট, পান মাসালা ও অনুরূপ পণ্যগুলিতে ৪০% জিএসটি প্রযোজ্য হবে। বিড়িতে জিএসটি ধরা হয়েছে ১৮%। এছাড়াও, পান মাসালায় স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস আরোপ করা হবে, আর তামাকজাত পণ্যে অতিরিক্ত এক্সাইজ ডিউটি ধার্য করা হবে। আরও পড়ুন- আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা ফাইন্যান্স মন্ত্রক বুধবার Chewing Tobacco, Jarda Scented Tobacco and Gutkha Packing Machines (Capacity Determination and Collection of Duty) Rules, 2026 প্রকাশ করেছে। ডিসেম্বর ২০২৫-এর ঘটনা: ডিসেম্বর ২০২৫-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় দুটি বিল প্রবর্তন করেন। একটি হল Central Excise (Amendment) Bill, 2025, যা তামাকজাত পণ্যে এক্সাইজ ডিউটি আরোপ করবে এবং বিদ্যমান জিএসটি কমপেনসেশন সেসের বিকল্প হবে।অন্যটি হল Health and National Security Cess Bill, 2025, যা পান মাসালার উৎপাদনে নতুন সেস আরোপ করবে। আরও পড়ুন- LPG gas price hike: নতুন বছরের শুরুতেই হেঁসেলে ধাক্কা! একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম বর্তমানে তামাক ও পান মাসালা পণ্যে ২৮% জিএসটির সঙ্গে ভিন্ন ভিন্ন হারে কমপেনসেশন সেস থাকে। নতুন বিল অনুযায়ী, সিগারেট/চেরুটে প্রতি ১,০০০ স্টিকের জন্য ৫,০০০–১১,০০০ টাকার এক্সাইজ ডিউটি ধার্য হবে। অপ্রস্তুত তামাকের ক্ষেত্রে ৬০-৭০% এবং নিকোটিন ও ইনহেলেশন পণ্যে ১০০% এক্সাইজ ধার্য হবে। বর্তমানে সিগারেটের উপর ৫% এড ভ্যালোরাম কমপেনসেশন সেস এবং প্রতি ১,০০০ স্টিকে ২,০৭৬–৩,৬৬৮ টাকার সেস আছে। নতুন ব্যবস্থায়, কমপেনসেশন সেস বন্ধ হয়ে যাবে এবং বিক্রয়ে ৪০% জিএসটি সঙ্গে অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 10:49 am

পিকনিকের মাঝে রায়গঞ্জে ‘খুন’তৃণমূল নেতা, রাজনৈতিক বিবাদ নাকি অন্য কিছু?

রায়গঞ্জের মিলনপাড়া মোহনবাটি বাজার সংলগ্ন এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 10:48 am

Raiganj |নিউ ইয়ার পার্টি চলাকালীন খুন যুব তৃণমূল নেতা! বছরের শুরুতেই চাঞ্চল্য রায়গঞ্জে

রায়গঞ্জ: নতুন বছর শুরুতেই রক্তাক্ত রায়গঞ্জ (Raiganj)। নিউ ইয়ার পার্টি চলাকালীন বাড়ির সামনে খুন হলেন উত্তর দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নব্যেন্দু ঘোষ (৩৭)। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে (TMC leader murdered)। জানা গিয়েছে, বুধবার রাতে রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় বাড়ির সামনেই বন্ধুদের সঙ্গে নিউ ইয়ার পার্টিতে মেতে ছিলেন নব্যেন্দু। কিন্তু রাত সাড়ে ১২টা […] The post Raiganj | নিউ ইয়ার পার্টি চলাকালীন খুন যুব তৃণমূল নেতা! বছরের শুরুতেই চাঞ্চল্য রায়গঞ্জে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Jan 2026 10:34 am

অপহরণ করে সাড়ে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি! নদিয়া থেকে উদ্ধার ব্যবসায়ী

অপহরণের পিছনে ব্যবসা সংক্রান্ত লেনদেন নিয়ে গন্ডগোল রয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 10:21 am

কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বরে ভক্তের ঢল, ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তা

কাশীপুর উদ্যানবাটিতে, কামারপুকুরেও ভক্তদের লম্বা লাইন।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 10:11 am

গোয়ার নৈশক্লাবে অগ্নিকাণ্ড: বেলেমাটিতে নির্মাণ, বৈধ লাইসেন্স ছাড়াই রমরমিয়ে ব্যবসা! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

গত ৬ ডিসেম্বর গোয়ার জনপ্রিয় নৈশক্লাবটিতে আগুন লেগে যায়।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 10:05 am

Price Hike: ১ ফেব্রুয়ারি থেকে একটা সিগারেটের দাম হচ্ছে ৭২ টাকা, আর কী কী নেশার জিনিসের দাম বাড়ছে জানেন?

Cigarette, Tobacco to Get Costlier: এতদিন সিন গুডস অর্থাৎ সিগারেট, তামাকজাত পণ্যে যে কমপেনসেশন সেস বসত, তা প্রত্যাহার করে নেওয়া হবে। যা জিএসটি রয়েছে, তার উপরে অতিরিক্ত এই শুল্ক চাপবে। ১ ফেব্রুয়ারি থেকে পান মশলা, সিগারেট, তামাকজাত পণ্যের উপরে ৪০ শতাংশ জিএসটি বসবে।

টিভি 9 বাংলা 1 Jan 2026 10:05 am

LPG Price Hike |নতুন বছরের শুরুতেই ধাক্কা! একলাফে অনেকটাই দাম বৃদ্ধি এলপিজি সিলিন্ডারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই ধাক্কা। একলাফে অনেকটাই দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Price Hike)। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ১১১ টাকা করে (Commercial LPG cylinders)। পয়লা জানুয়ারি অর্থাৎ আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। এই মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ মালিকদের ব্যয় বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রতি মাসের শুরুতেই […] The post LPG Price Hike | নতুন বছরের শুরুতেই ধাক্কা! একলাফে অনেকটাই দাম বৃদ্ধি এলপিজি সিলিন্ডারের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Jan 2026 10:02 am

আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা

TMC Foundation Day: ১ জানুয়ারি ২০২৬। নতুন বছরের প্রথম দিনেই রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের এই দিনে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটির জন্ম দিয়েছিলেন, আজ তা পশ্চিমবঙ্গের শাসক দল এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠার ২৮ বছরে পা রাখল তৃণমূল কংগ্রেস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকেই কলকাতার তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা। রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক ও বুথ স্তরেও পালন করা হয় প্রতিষ্ঠা দিবস। আরও পড়ুন- LPG gas price hike: নতুন বছরের শুরুতেই হেঁসেলে ধাক্কা! একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম প্রতিষ্ঠা দিবস মানেই তৃণমূল কর্মীদের কাছে আবেগের দিন। দলের নেতাকর্মীদের একাংশের মতে, এই দিন শুধু একটি দলের জন্মদিন নয়, বরং বাংলার রাজনীতিতে পরিবর্তনের সূচনার প্রতীক। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে টানা তিনবার বিধানসভা নির্বাচনে জয় পেয়ে রাজ্যের শাসনভার সামলাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। আরও পড়ুন- West Bengal weather: বাংলাজুড়ে কনকনে শীত, কলকাতায় পারদ ১১-এর ঘরে, জানুন আর কতদিন থাকবে এই প্রবল ঠান্ডা এ বছরের প্রতিষ্ঠা দিবসের গুরুত্ব আরও বেশি, কারণ আর মাত্র কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন, এই প্রতিষ্ঠা দিবস থেকে তৃণমূল কী বার্তা দিতে চায়। দলের সর্বস্তরের নেতাকর্মীরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকে তাকিয়ে রয়েছেন। তৃণমূল নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠা দিবসের মূল বার্তা হলো উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং বাংলার স্বার্থ রক্ষা। দলীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের বঞ্চনার অভিযোগ, উন্নয়ন প্রকল্পের সাফল্য এবং আগামী নির্বাচনের রূপরেখা, এই সব বিষয় উঠে আসতে পারে নেতৃত্বের বক্তব্যে। আরও পড়ুন- Railway Discount On Ticket Booking: নতুন বছরের শুরুতেই ট্রেন যাত্রীদের জন্য বিরাট সুখবর, মান্থলি থেকে লোকাল টিকিট, বড় ছাড়ের ঘোষণা, কবে থেকে মিলবে এই সুবিধা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস কার্যত ভোটের ময়দানে নামার প্রস্তুতির সূচনা। সংগঠনকে আরও মজবুত করা, কর্মীদের চাঙ্গা করা এবং বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের সুর, সবই স্পষ্ট হতে পারে আজকের কর্মসূচিতে। নতুন বছরের প্রথম দিনেই দলের প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন নিজেদের রাজনৈতিক ঐতিহ্যকে স্মরণ করছে, তেমনই অন্যদিকে আগামী নির্বাচনের আগে শক্ত বার্তা দিতে চাইছে বলেই মত রাজনৈতিক মহলের।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 9:58 am

Kolkata News: বর্ষবরণে দেদার বাজি ফাটানোর ফল আজ কী হয়েছে জানেন?

West Bengal: জানা যাচ্ছে, নতুন বছরের বাতাসে ঢুকছে প্রচুর বিষ। বর্ষবরণে বেলাগাম বাজি ফাটানোর ফল। দিল্লির মতোই মাত্রাছাড়া বায়ুদূষণ কলকাতা-হাওড়ায়। নতুন বছরে তিলোত্তমার বাতাস অত্যন্ত খারাপ। কলকাতায় মধ্যে সবচেয়ে দূষিত যাদবপুরের বাতাস। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বলছে, যাদবপুরে প্রতি ঘনমিটারে ৩৮০ মাইক্রোগ্রাম অতি সূক্ষ ধূলিকণা

টিভি 9 বাংলা 1 Jan 2026 9:57 am

নতুন বছরে গুরুত্ব বাড়ছে ঘরোয়া ক্রিকেটের, রোহিত-বিরাটের পর বিজয় হাজারেতে আরও ৩ মহাতারকা

ক্রমে ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব বাড়াচ্ছে বিসিসিআই।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 9:55 am

‘বেআইনি’ভাবে জমি অধিগ্রহণ! নিউটাউনে দুর্গা অঙ্গন ঠেকাতে আদালতে যাচ্ছে সিপিএম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিউটাউনের বুকে বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হতে চলেছে।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 9:35 am

ঠোঁটে ঠোঁট রেখে প্রেমের পদ্য রচনা, চুমু খেয়ে নতুন বছরকে স্বাগত জানালেন রাজ-শুভশ্রী

বিগত বছরগুলোর মতো প্রথা মেনে, চুমু খেয়ে নতুন বছরকে স্বাগত জানালেন টলিপাড়ার পাওয়ারকাপল।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 9:25 am

LPG gas price hike: নতুন বছরের শুরুতেই হেঁসেলে ধাক্কা! একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম

LPG price today India: নতুন বছর ২০২৬-এর শুরুতেই সাধারণ মানুষের জন্য বড়সড় ধাক্কা। পয়লা জানুয়ারি থেকেই বাড়ানো হল এলপিজি গ্যাসের দাম। আজ বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। প্রতিমাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের ওঠানামা বিশ্লেষণ করে দেশের তেল সংস্থাগুলি এলপিজি সহ বিভিন্ন পেট্রোলিয়াম পণ্যের দাম নির্ধারণ করে থাকে। সেই নিয়ম মেনেই ২০২৬ সালের প্রথম দিনে বাড়ানো হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। আরও পড়ুন- West Bengal news live updates: নতুন বছরের প্রথম দিনেই নবান্নে বড় চমক! বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী বাণিজ্যিক গ্যাসে বড়সড় বৃদ্ধি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম একলাফে প্রায় ১১১ টাকা বাড়ানো হয়েছে। তবে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। আরও পড়ুন- Railway Discount On Ticket Booking: নতুন বছরের শুরুতেই ট্রেন যাত্রীদের জন্য বিরাট সুখবর, মান্থলি থেকে লোকাল টিকিট, বড় ছাড়ের ঘোষণা, কবে থেকে মিলবে এই সুবিধা? নতুন দাম অনুযায়ী- দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৬৯১.৫০ টাকা।মুম্বইয়ে এই সিলিন্ডারের নতুন দাম ১৬৪২.৫০ টাকা।কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৭৯৫ টাকা আরও পড়ুন- West Bengal weather: বাংলাজুড়ে কনকনে শীত, কলকাতায় পারদ ১১-এর ঘরে, জানুন আর কতদিন থাকবে এই প্রবল ঠান্ডা হোটেল-রেস্তোরাঁয় বাড়তে পারে খরচ বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় নতুন বছরের শুরুতেই হোটেল ও রেস্তোরাঁগুলির খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ মূলত এই ক্ষেত্রেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ব্যবহার হয়ে থাকে। ফলে খাবারের দামের উপরও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও পড়ুন- January 2026 Bank Holidays: জানুয়ারিতেই ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জরুরি আর্থিক লেনদেনের আগে দেখে নিন সম্পূর্ণ তালিকা গৃহস্থালির গ্যাসের দাম অপরিবর্তিত স্বস্তির খবর, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে কলকাতায় গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 9:22 am

Train Ticket Discount: ট্রেনের টিকিট কাটলেই পাবেন বাম্পার ডিসকাউন্ট, এই অ্যাপের কথা অনেকে জানেনই না…

Indian Railways: ভারতীয় রেলওয়ের নিজস্ব অ্যাপ এটি। রেলওয়ান অ্যাপ থেকে রিজার্ভ, আন-রিজার্ভ ও প্ল্যাটফর্ম টিকিট কাটা যায়। পাশাপাশি লাইভ ট্রেন লোকেশন ট্র্য়াকিং, পিএনআর স্টেটাস, মিল বুকিং, অভিযোগ জানানোর মতো যাবতীয় সুবিধাও পাওয়া যায়।

টিভি 9 বাংলা 1 Jan 2026 9:22 am

কলকাতায় শীতলতম বর্ষবরণ, ১৮ বছর পর জানুয়ারির প্রথম দিনে রেকর্ড ঠান্ডা

এর আগে গত ২০০৮ সালে রেকর্ড ঠান্ডার সাক্ষী ছিল কলকাতা।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 9:19 am

Russia-Ukraine |লক্ষ্য পুতিনের বাসভবন! ভিডিও প্রকাশ করে ইউক্রেনের ড্রোন হামলার ‘প্রমাণ’ দিল রাশিয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে (Vladimir Putin’s residence) ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন (Russia-Ukraine)। মস্কোর এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইউক্রেন। এই হামলার কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ রাশিয়া দিতে পারবে না বলেও দাবি করা হয়েছিল। কিন্তু এরপরই পুতিনের বাসভবনে ড্রোন হামলার (Drone attack) ভিডিও […] The post Russia-Ukraine | লক্ষ্য পুতিনের বাসভবন! ভিডিও প্রকাশ করে ইউক্রেনের ড্রোন হামলার ‘প্রমাণ’ দিল রাশিয়া appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 1 Jan 2026 9:17 am

Agastya Nanda-Ikkis: অগস্ত্য নন্দার অভিনয়ে মুগ্ধ অরুণ খেতারপালের ভাই, কাঁদাল ‘ইক্কিস’...

অগস্ত্য নন্দার দ্বিতীয় ছবি ‘ইক্কিস’ মুক্তি পেয়েছে আজ। তবে, তার আগেই ছবির নির্মাতারা আয়োজন করেছিলেন এক অত্যন্ত আবেগঘন ও তাৎপর্যপূর্ণ বিশেষ স্ক্রিনিং-র। এই স্ক্রিনিংটি ছিল ছবির কেন্দ্রীয় চরিত্র, বীর শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট, অরুণ খেতারপালের পরিবারের জন্য। উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই মুকেশ খেতারপাল, সঙ্গে একাধিক ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিত্ব। মাল্টিপ্লেক্স চেইন পিভিআর থেকে প্রকাশিত একটি ভিডিওতেই এই মুহূর্ত প্রকাশ্যে আসে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মন ছুঁয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, আবেগাপ্লুত মুকেশ খেতারপাল, পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে কথা বলছেন এবং ছবিটির প্রভাবের জন্য অকপট প্রশংসা করছেন। তিনি বলেন, আমার একটাই দুঃখ- আপনারা আমাকে কাঁদতে বাধ্য করেছেন। এই ছবি আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। অনেক স্মৃতি আমার মনে গেঁথে ছিল। কিন্তু সেগুলোকে পর্দায় জীবন্ত হতে দেখে, নিজেকে আর ধরে রাখতে পারিনি। ট্রেলারে যা দেখেছিলাম, সিনেমাটি তার থেকেও বহু গুণ বেশি শক্তিশালী- দশ গুণ, বিশ গুণ, এমনকি একশো গুণও হতে পারে। সত্যিই অসাধারণ। স্ক্রিনিংয়ের পর মুকেশ খেতারপাল দেখা করেন অগস্ত্য নন্দার সঙ্গে। তাঁকে আলিঙ্গন করে আবেগভরে বলেন, তুমি আজীবন অরুণই থেকে যাবে। এই চরিত্র তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সাবাশ। এই কথাগুলো যেন অভিনেতা ও দর্শক- উভয়ের জন্যই এক বিরল সম্মানের মুহূর্ত হয়ে ওঠে। ‘ইক্কিস’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অগস্ত্য নন্দা। তাঁর সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত এবং প্রয়াত ধর্মেন্দ্র, যাঁর এটি শেষ অন-স্ক্রিন উপস্থিতি। ছবিটি ভারতীয় সেনা অফিসার ও ট্যাঙ্ক কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খেতারপালের বায়োপিক। ‘ট্যাঙ্ক টেক্কা অফ এসেস’ নামে পরিচিত এই বীর যোদ্ধা ১০টি শত্রু ট্যাঙ্ক ধ্বংসের কৃতিত্ব অর্জন করেছিলেন। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে, বাসন্তারের যুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শনের জন্য, তাঁকে মরণোত্তর পরমবীর চক্রে সম্মানিত করা হয়। মাত্র ২১ বছর বয়সে দেশের জন্য প্রাণ উৎসর্গ করে অরুণ খেতারপাল হয়ে ওঠেন পরমবীর চক্রের সর্বকনিষ্ঠ প্রাপক। উল্লেখযোগ্যভাবে, তিনি মাত্র ১৭ বছর বয়সেই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তাঁর পরিবারে রয়েছে সামরিক সেবার গৌরবোজ্জ্বল ইতিহাস। বাবা ভারতীয় সেনায় কর্মরত ছিলেন, দাদু প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং প্রপিতামহ শিখ খালসা সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। ‘ইক্কিস’ শুধু একটি ছবি নয়, এটি এক শহিদের উত্তরাধিকার ও জাতির প্রতি শ্রদ্ধার প্রতিচ্ছবি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 9:15 am

বছরের শুরুতেই দুঃসংবাদ, একধাক্কায় অনেকটা বাড়ল গ্যাসের দাম, কলকাতায় নতুন দাম কত?

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 9:15 am

২০২৫ সালে রেকর্ড বাঘের মৃত্যু! সংকটে ‌‘ব্যাঘ্র রাজ্য’ মধ্যপ্রদেশ

১৯৭৩ সালে মধ্যপ্রদেশে শুরু হয়েছিল প্রোজেক্ট টাইগার।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 9:12 am

West Bengal news live updates: নতুন বছরের প্রথম দিনেই নবান্নে বড় চমক! বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী

Kolkata latest news today: নতুন বছর ২০২৬-এর প্রথম দিনেই নবান্নে প্রশাসনিক রদবদল। বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন নন্দিনী চক্রবর্তী। তিনিই হবেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব। একইসঙ্গে রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন জগদীশ মিনার। উল্লেখযোগ্যভাবে, আর মাত্র কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই প্রশাসনের শীর্ষস্তরে এই গুরুত্বপূর্ণ বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান মুখ্য সচিব মনোজ পন্থ এই পদ থেকে সরে এসে এবার মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসেবে কাজ করবেন। অন্যদিকে, আজ বৃহস্পতিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। রাজ্যজুড়ে মহা আড়ম্বরে দলের প্রতিষ্ঠা দিবস পালন করছে তৃণমূল। সকালে কলকাতার তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আরও পড়ুন- West Bengal weather: বাংলাজুড়ে কনকনে শীত, কলকাতায় পারদ ১১-এর ঘরে, জানুন আর কতদিন থাকবে এই প্রবল ঠান্ডা দলের আর এক প্রতিষ্ঠা দিবসে দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকে তাকিয়ে রয়েছেন তৃণমূলের অসংখ্য নেতাকর্মী। আরও পড়ুন- ভোটের আগে ঠাকুরনগরে মহাযুদ্ধ?, “অভিষেককে পুজো দিতে দেব না”, হুঁশিয়ারি শান্তনুর আবহাওয়ার দিক থেকে, গতকাল বুধবার ছিল চলতি মরশুমের সবচেয়ে শীতল দিন কলকাতায়। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে ধীরে ধীরে শীতের দাপট কিছুটা কমতে পারে। আরও পড়ুন- Railway Discount On Ticket Booking: নতুন বছরের শুরুতেই ট্রেন যাত্রীদের জন্য বিরাট সুখবর, মান্থলি থেকে লোকাল টিকিট, বড় ছাড়ের ঘোষণা, কবে থেকে মিলবে এই সুবিধা? আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফের একবার দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 9:04 am

Weather Latest Update: ১৮ বছরে এই প্রথম হল কলকাতায়….৫ জানুয়ারি বিরাট পরিবর্তন হবে আবহাওয়ায়, সব জানাল হাওয়া অফিস

Winter in Bengal: তবে আজ আলিপুর আবহাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে সাময়িক ভাবে ধাক্কা খাবে শীত। আগামী তিন-চারদিন দু থেকে তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা। কলকাতার পারদ পৌঁছে যেতে পারে ১৫ ডিগ্রিতে। তবে ফের সোমবার থেকে পারদ তড়তড় করে নেমে যাবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ফের জমিয়ে শীত ফেরার আশা।

টিভি 9 বাংলা 1 Jan 2026 9:00 am

এসআইআর আবহে পদ্মে মতুয়া-রাজবংশী ‘কাঁটা’, ক্রমশ বাড়ছে উদ্বেগ

'শাহী' বৈঠকে দলের দুই মতুয়া প্রতিনিধি শান্তনু, সুব্রত ছিলেন অনুপস্থিত।

সংবাদপ্রতিদিন 1 Jan 2026 8:47 am

Railway Discount On Ticket Booking: নতুন বছরের শুরুতেই ট্রেন যাত্রীদের জন্য বিরাট সুখবর, মান্থলি থেকে লোকাল টিকিট, বড় ছাড়ের ঘোষণা, কবে থেকে মিলবে এই সুবিধা?

Railway Discount On Ticket Booking: নতুন বছরের শুরুতেই ট্রেন যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিল ভারতীয় রেল। দৈনন্দিন যাত্রী থেকে শুরু করে স্বল্প দূরত্বে ভ্রমণকারী সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখেই ডিজিটাল টিকিট বুকিংকে উৎসাহিত করতে নতুন এক ছাড়ের ব্যবস্থা চালু করেছে রেলওয়ে। আগামী ১৪ জানুয়ারি থেকে ট্রেনের টিকিট বুকিংয়ে যাত্রীরা সরাসরি ছাড়ের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে রেলের তরফে। আরও পড়ুন- শীত হোক বা উইকেন্ড, কলকাতার কাছে 'সেরার সেরা' এই ৫ পিকনিক স্পট মিস করবেন না রেল সূত্রে খবর, এই ছাড় ক্যাশব্যাকের আকারে নয়, বরং টিকিটের দামের উপর সরাসরি প্রযোজ্য হবে। তবে এই সুবিধা সর্বজনীন নয়। নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমেই এই ছাড় পাওয়া যাবে। ফলে যাত্রীদের জন্য কোথায় এবং কীভাবে এই ছাড় মিলবে, তা জেনে নেওয়া জরুরি বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ। আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও রেলওয়ে জানিয়েছে, আগামী ১৪ জানুয়ারি থেকে ১৪ জুলাই, ২০২৬ পর্যন্ত RailOne অ্যাপের মাধ্যমে বুক করা অসংরক্ষিত (Unreserved) টিকিটের উপর ৩ শতাংশ সরাসরি ছাড় দেওয়া হবে। যাত্রীরা যদি UPI, ডেবিট কার্ড বা অন্য কোনও ডিজিটাল পেমেন্ট পদ্ধতির মাধ্যমে অর্থপ্রদান করেন, তাহলেই এই ছাড় প্রযোজ্য হবে। আগে যেখানে শুধুমাত্র R-Wallet ব্যবহার করে পেমেন্ট করলে ৩ শতাংশ ক্যাশব্যাক মিলত, সেখানে নতুন ব্যবস্থায় সরাসরি টিকিটের মূল্যের উপর ছাড় দেওয়া হবে। রেলওয়ের আধিকারিকরা জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হল আরও বেশি যাত্রীকে ডিজিটাল টিকিট বুকিং ব্যবস্থার দিকে আকৃষ্ট করা। স্পষ্ট করে জানানো হয়েছে, এই ছাড়ের সুবিধা শুধুমাত্র RailOne অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অন্য কোনও অ্যাপ বা প্ল্যাটফর্মে এই সুবিধা প্রযোজ্য হবে না। আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ RailOne অ্যাপ ব্যবহার করে অসংরক্ষিত টিকিট বুক করাও অত্যন্ত সহজ। যাত্রীদের প্রথমে মোবাইলে RailOne অ্যাপ ডাউনলোড করে IRCTC বা UTS আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর হোম স্ক্রিন থেকে ‘Unreserved’ বা ‘UTS’ বিকল্পটি নির্বাচন করতে হবে। এরপর যাত্রার শুরুর ও গন্তব্য স্টেশন বেছে নিয়ে টিকিটের ধরন ও শ্রেণি নির্বাচন করতে হবে। যাত্রীর বিবরণ দেওয়ার পর সমস্ত তথ্য যাচাই করে ‘টিকিট বুক করুন’ অপশনে ক্লিক করতে হবে। অর্থপ্রদানের জন্য আর-ওয়ালেট বা অন্য কোনও ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা যাবে। বুকিং সম্পন্ন হলে একটি কিউআর কোড-সহ ডিজিটাল টিকিট তৈরি হবে, যা যাত্রার সময় বৈধ টিকিট হিসেবে ব্যবহার করা যাবে। আরও পড়ুন- “ভোটার লিস্টে সফটওয়্যার চুরি ধরে ফেলেছে তৃণমূল”, SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 8:46 am

Bangladesh: ভারতের ঘাড়ে হাদির খুনের দায় চাপানোর চেষ্টা, ‘মিথ্যুক’ বাংলাদেশের মুখোশ খুলে দিল ‘অভিযুক্ত’ মাসুদই

Osman Hadi Death Controversy: নিজের ঠিকানা বলার পাশাপাশি কেন বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তাও জানিয়েছেন ফইজল। হাদির হত্যার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই দাবি করলেন। পুরোটাই চক্রান্ত বলে দাবি করলেন। মিথ্যা অভিযোগের কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

টিভি 9 বাংলা 1 Jan 2026 8:42 am

Bank Holidays in January 2026: ১লা জানুয়ারি কি ব্যাংক বন্ধ? জরুরি কাজে বেরনোর আগে জানুন ছুটির সম্পূর্ণ তালিকা

Bank Holidays in January 2026: নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক সংক্রান্ত নানান কাজ এবং ব্যাঙ্কের ছুটির তালিকা নিয়ে মানুষের মধ্যে রয়েছে একাধিক প্রশ্ন। ২০২৬ সালে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে তা আগে ভাগে জানা থাকলে সময়মতো প্রয়োজনীয় ব্যাঙ্কের কাজ সেরে ফেলা সহজ হয়। এই কারণেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র প্রকাশিত ব্যাঙ্ক হলিডে লিস্ট গ্রাহকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর RBI দেশজুড়ে ব্যাঙ্ক ছুটির একটি তালিকা প্রকাশ করে। এই তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি সব ব্যাঙ্কই কিছু জাতীয় ও আঞ্চলিক ছুটির দিনে বন্ধ থাকে। প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস ও গান্ধী জয়ন্তীর মতো ছুটিতে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে মহাশিবরাত্রি, হোলি, ঈদ, জন্মাষ্টমী, দীপাবলি বা বড়দিনের মতো বহু উৎসব রাজ্য ও শহরভেদে পালিত হয়। ফলে এসব দিনে ব্যাঙ্ক ছুটিও রাজ্য অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। তাই গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজের আগে নিজের রাজ্যের ছুটির তালিকা দেখে নেওয়া জরুরি। এছাড়াও ২০২৬ সালে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর সঙ্গে রবিবার তো এমনিতেই সাপ্তাহিক ছুটি। ফলে কিছু সপ্তাহে টানা কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। তবে ব্যাঙ্ক ছুটি থাকলেও অনলাইন ও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। ১ জানুয়ারি ২০২৬-এ কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার এই দিনে কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে, আবার অন্য অনেক রাজ্যে স্বাভাবিক নিয়মে ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। RBI-এর তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬-এ তামিলনাড়ু, সিকিম, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ে সরকারি ও বেসরকারি সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই রাজ্যগুলি ছাড়া দেশের বাকি অংশে ব্যাঙ্ক খোলা থাকবে। ২০২৬ সালে গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক ছুটির তালিকা ২০২৬ সালে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য দিনগুলি হল ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস ১৫ ফেব্রুয়ারি: মহাশিবরাত্রি ৪ মার্চ: হোলি ২১ মার্চ: ঈদুল ফিতর ৩১ মার্চ: মহাবীর জয়ন্তী ৩ এপ্রিল: গুড ফ্রাইডে ১ মে: বুদ্ধ পূর্ণিমা ২৭ মে: বকরি-ঈদ ২৬ জুন: মহরম ১৫ আগস্ট: স্বাধীনতা দিবস ২৫ আগস্ট: ঈদ-এ-মিলাদ (মিলাদ-উন-নবী) ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী ২ অক্টোবর: গান্ধী জয়ন্তী ২০ অক্টোবর: দশেরা ৮ নভেম্বর: দীপাবলি ২৪ নভেম্বর: গুরু নানক জয়ন্তী ২৫ ডিসেম্বর: বড়দিন (এই ছুটিগুলি রাজ্যভেদে ভিন্ন হতে পারে।) ব্যাঙ্ক ছুটির দিনে জরুরি কাজ কীভাবে করবেন? যে দিন আপনার রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেই দিনেও অনেক গুরুত্বপূর্ণ কাজ ঘরে বসেই করা সম্ভব। ইন্টারনেট সংযোগ-সহ মোবাইল বা ল্যাপটপ থাকলেই অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, UPI ও এটিএম পরিষেবা ব্যবহার করে টাকা তোলা, টাকা পাঠানো, বিল পেমেন্টের মতো গুরুত্বপূর্ণ কাজ করা যাবে। তবে চেক ক্লিয়ারেন্স, নথিপত্র সংক্রান্ত কাজ বা কিছু নির্দিষ্ট পরিষেবার জন্য ব্যাঙ্ক শাখা খোলা থাকার প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে, ২০২৬ সালে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও ঝামেলা এড়াতে আগেভাগেই RBI-এর ব্যাঙ্ক হলিডে ক্যালেন্ডার দেখে পরিকল্পনা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। মাধ্যমিক পাশেই রেলে চাকরি! ২২ হাজার পদে বড় নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিশদে

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 8:11 am

West Bengal weather: বাংলাজুড়ে কনকনে শীত, কলকাতায় পারদ ১১-এর ঘরে, জানুন আর কতদিন থাকবে এই প্রবল ঠান্ডা

West Bengal weather update: নতুন বছর ২০২৬-এর শুরুতেই বাংলাজুড়ে শীতের দাপট। কনকনে ঠান্ডা ও কুয়াশার চাদরে মোড়া গোটা রাজ্য। গতকাল, বছরের শেষ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। আজ পয়লা জানুয়ারি, নতুন বছরের প্রথম দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। তবে শীতের অনুভূতিতে বিশেষ কোনও ভাটা নেই। কুয়াশার দাপট রাজ্যজুড়ে নতুন বছরের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ছাড়াও পশ্চিমাঞ্চলের বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় কুয়াশার প্রভাব স্পষ্ট। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভোরের দিকে ঘন কুয়াশা দেখা গিয়েছে। আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তন নয় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বছরের শুরুর কয়েকদিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে শীতের এই পরিস্থিতি বজায় থাকবে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে নতুন করে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া উত্তুরে হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের অনুভূতি আরও জোরালো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সকালের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপট থাকবে। কোথাও কোথাও দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়লেও, রাতের শীতের অনুভূতি বজায় থাকবে। কলকাতার আবহাওয়া আপডেট গতকাল বুধবার ছিল এই মরশুমের সবচেয়ে শীতল দিন কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। আজ নতুন বছরের প্রথম দিনে সেই পারদ সামান্য বেড়ে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। আগামী কয়েকদিন কলকাতায় এমনই ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের আবহাওয়া প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। দার্জিলিঙে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে শীতের দাপট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 8:07 am

January 2026 Bank Holidays: জানুয়ারিতেই ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জরুরি আর্থিক লেনদেনের আগে দেখে নিন সম্পূর্ণ তালিকা

January 2026 Bank Holidays: নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসে ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআই-এর ব্যাঙ্ক হলিডে ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারি ২০২৬ মাসে দেশের বিভিন্ন প্রান্তে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত ব্যাংক বন্ধ থাকতে পারে। তবে এর অর্থ এই নয় যে, দেশের সব রাজ্যে সব ব্যাংক টানা ১৬ দিন বন্ধ থাকবে। রাজ্যভেদে স্থানীয় উৎসব ও বিশেষ দিনের কারণে ব্যাংক ছুটির তালিকা আলাদা আলাদা হবে। নতুন বছরের শুরু এবং জানুয়ারি মাস ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাংক ছুটি নিয়ে আগ্রহ থাকে তুঙ্গে। আরবিআই জানিয়েছে, জানুয়ারি মাসে একাধিক আঞ্চলিক ও জাতীয় উৎসবের কারণে বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। পাশাপাশি, প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি হিসেবেও ব্যাংক বন্ধ থাকবে। এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক-সহ সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের ক্ষেত্রেই এই ছুটির নিয়ম প্রযোজ্য হবে। আরবিআই-এর তালিকা অনুযায়ী, ১ জানুয়ারি নিউ ইয়ার্স ডে উপলক্ষে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, সিকিম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ডে ব্যাংক বন্ধ থাকবে। ২ জানুয়ারি নিউ ইয়ার সেলিব্রেশন ও মান্নাম জয়ন্তী উপলক্ষে মিজোরাম ও কেরালায় ব্যাংক ছুটি থাকবে। ৩ জানুয়ারি হজরত আলির জন্মদিন উপলক্ষে উত্তরপ্রদেশে ব্যাংক বন্ধ থাকবে। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি ও মাঘ বিহু উপলক্ষে গুজরাট, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও অসমে ব্যাংক ছুটি ঘোষণা করা হয়েছে। ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও সিকিমে ব্যাংক বন্ধ থাকবে। ১৬ জানুয়ারি থিরুভাল্লুভার দিবস উপলক্ষে তামিলনাড়ুতে এবং ১৭ জানুয়ারি উঝাভার থিরুনাল উপলক্ষে ফের তামিলনাড়ুতে ব্যাংক ছুটি থাকবে। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সরস্বতী পুজো (শ্রী পঞ্চমী), বীর সুরেন্দ্রসাই জয়ন্তী ও বসন্ত পঞ্চমী উপলক্ষে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ত্রিপুরায় ব্যাংক বন্ধ থাকবে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশজুড়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়াও জানুয়ারি মাসে সাপ্তাহিক ছুটির কারণে ৪ জানুয়ারি, ১১ জানুয়ারি, ১৮ জানুয়ারি ও ২৫ জানুয়ারি রবিবার ব্যাংক বন্ধ থাকবে। পাশাপাশি ১০ জানুয়ারি দ্বিতীয় শনিবার এবং ২৪ জানুয়ারি চতুর্থ শনিবার হওয়ায় সেদিনও ব্যাংকে কোনও কাজকর্ম হবে না। ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শ, জানুয়ারি মাসে গুরুত্বপূর্ণ ব্যাংক সংক্রান্ত কাজ থাকলে গ্রাহকদের আগে থেকেই ছুটির তালিকা দেখে পরিকল্পনা করে নেওয়া উচিত, যাতে শেষ মুহূর্তে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়। আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ আরও পড়ুন- “ভোটার লিস্টে সফটওয়্যার চুরি ধরে ফেলেছে তৃণমূল”, SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের আরও পড়ুন- শীত হোক বা উইকেন্ড, কলকাতার কাছে 'সেরার সেরা' এই ৫ পিকনিক স্পট মিস করবেন না

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 7:46 am

ভোটের আগে ঠাকুরনগরে মহাযুদ্ধ?, “অভিষেককে পুজো দিতে দেব না”, হুঁশিয়ারি শান্তনুর

বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়ল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর BJP সাংসদ শান্তনু ঠাকুর। ঠাকুরবাড়িতে অভিষেককে পুজো দিতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিলেন তিনি। জানা গেছে, আগামী ৯ জানুয়ারি নদিয়া জেলার তাহেরপুরে একটি জনসভার পর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাওয়ার কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওইদিন হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ারও কথা রয়েছে তাঁর। এই কর্মসূচি ঘিরেই বিতর্কের সূত্রপাত। আরও পড়ুন- Dilip Ghosh: ৬ মাস পর বিজেপির ‘শাহী বৈঠক’-এ দিলীপ ঘোষ! বিধানসভা ভোটের আগে বড় বার্তা? অভিষেকের সফর প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, “ভোটের রাজনীতি করতে ঠাকুরনগরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও কত পুলিশ নিয়ে আসে, তা আমি দেখব।” এখানেই থামেননি তিনি। আরও কড়া সুরে শান্তনু ঠাকুরের মন্তব্য, “ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারে, তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পুলিশ ফোর্স নিয়ে শক্তি প্রদর্শন করতে আসে, তাহলে আমরা ওকে পুজো দিতে দেব না।” আরও পড়ুন- হুমকির আতঙ্কে ভেঙে পড়লেন নিহত তামান্নার মা, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বনগাঁ সহ গোটা রাজ্যেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তৃণমূল কংগ্রেসের তরফে শান্তনু ঠাকুরের এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। আরও পড়ুন- offbeat destinations: সবুজ চা বাগান, নদী আর পাহাড়ি রাস্তা, ডুয়ার্সের লুকানো রত্ন অনিন্দ্যসুন্দর এই প্রান্ত দলের নেতাদের দাবি, এ ধরনের হুমকি ও ভাষা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। বিধানসভা ভোটের মুখে এই বাকযুদ্ধ রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়াল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 7:09 am

1 January 2026 Rules Change: নতুন বছরের প্রথম দিন থেকেই বদলে যাচ্ছে এই নিয়মগুলি, সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর

1 January 2026 Rules Change: নতুন বছরের শুরুতেই একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক ও সরকারি নিয়মে পরিবর্তন কার্যকর হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষ, করদাতা, কৃষক এবং সরকারি কর্মচারীদের উপর। প্যান কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর, ২০২৫। যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক করেননি, তাঁরা ১ জানুয়ারি, ২০২৬ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন। আয়কর রিটার্ন দাখিল, বড় অঙ্কের ব্যাংক লেনদেন, আর্থিক লেনদেন সংক্রান্ত নানা কাজেই সমস্যার মুখে পড়তে হতে পারে। পাশাপাশি, প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক না করার জন্য জরিমানাও গুনতে হতে পারে বলে জানানো হয়েছে। নতুন বছরের সঙ্গে সঙ্গে বদলাতে চলেছে ক্রেডিট স্কোর আপডেটের নিয়মও। এতদিন যেখানে মাসে একবার ক্রেডিট স্কোর আপডেট করা হতো, সেখানে ১ জানুয়ারি, ২০২৬ থেকে প্রতি সাত দিন অন্তর বা সাপ্তাহিক ভিত্তিতে ক্রেডিট স্কোর আপডেট করা হবে। এর ফলে সময়মতো ইএমআই পরিশোধ বা ঋণ সংক্রান্ত তথ্য দ্রুত প্রতিফলিত হবে এবং গ্রাহকদের আর্থিক সুবিধা বাড়বে বলে মনে করা হচ্ছে। কৃষকদের জন্যও নতুন বছরের শুরুতে বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাভোগীদের জন্য ‘কিষাণ আইডি’ নামে একটি নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। ১ জানুয়ারি, ২০২৬ থেকে উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশের কৃষকদের জন্য এই বিশেষ কার্ড জারি করা হবে। এই ডিজিটাল আইডিতে কৃষকের জমি, ফসল, আধার এবং ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে। জানানো হয়েছে, কিষাণ আইডি না থাকলে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় বার্ষিক ৬ হাজার টাকার সহায়তা সাময়িকভাবে স্থগিত থাকতে পারে। সরকারি কর্মচারীদের জন্যও রয়েছে বড় খবর। অষ্টম বেতন কমিশন ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, তার বাস্তবায়ন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বেতন কমিশন অনুমোদন করেছে। এর ফলে প্রায় ৫০ লক্ষ সরকারি কর্মচারী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা। নতুন বেতন কমিশনে বেতন ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে সরকার জানিয়েছে, কমিশন ১৮ মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে এবং তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আয়কর দাতাদের জন্যও আসছে নতুন পরিবর্তন। নতুন আইটিআর ফর্ম ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফর্মে ব্যাংকিং ও অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য আগেই প্রি-ফিল্ড অবস্থায় থাকবে। ৮ ডিসেম্বর লোকসভায় এক প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, আয়কর আইন ২০২৫ অনুযায়ী ২০২৬ সালের বাজেটে হওয়া পরিবর্তনের ভিত্তিতেই আইটিআর ফর্ম প্রস্তুত করা হবে। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য সংশ্লিষ্ট ফর্মগুলি ২০২৭-২৮ অর্থবর্ষের আগে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। জ্বালানির দাম নিয়েও স্বস্তির খবর মিলেছে। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (আইজিএল) পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস বা পিএনজির দাম প্রতি ইউনিটে ৭০ পয়সা কমানোর ঘোষণা করেছে। নতুন দাম ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে। পাশাপাশি, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক বোর্ডের শুল্ক সমন্বয়ের ফলে অন্যান্য তেল ও গ্যাস সংস্থাগুলিও সিএনজি ও পিএনজির দাম ২ থেকে ৩ টাকা পর্যন্ত কমাতে পারে বলে আশা করা হচ্ছে। ডিজিটাল পেমেন্ট এবং ইউপিআই ব্যবস্থাতেও নতুন নিয়ম আনতে চলেছে সরকার। ক্রমবর্ধমান ডিজিটাল জালিয়াতির ঘটনা মাথায় রেখে সিম যাচাইকরণের নিয়ম আরও কঠোর করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করে প্রতারণার অভিযোগ বাড়ায় এই সিদ্ধান্ত। নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী, কোনও ফোন নম্বরকে অন্তত ৯০ দিন সক্রিয় থাকতে হবে, তবেই তা ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আরও পড়ুন- শীত হোক বা উইকেন্ড, কলকাতার কাছে 'সেরার সেরা' এই ৫ পিকনিক স্পট মিস করবেন না আরও পড়ুন- “ভোটার লিস্টে সফটওয়্যার চুরি ধরে ফেলেছে তৃণমূল”, SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 6:50 am

India-Bangladesh: আবারও ভারতের ‘আন্তরিকতা’ দেখল বাংলাদেশ, খালেদা জিয়াই কি বদলে গেলেন দুই দেশের সম্পর্ক?

S Jaishankar at Khaleda Zia's Last Rite: বাংলাদেশ এখন অন্তর্বর্তী সরকারের হাতে নিয়ন্ত্রিত। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। বর্তমানে যেহেতু বাংলাদেশে আওয়ামী লিগ নিষিদ্ধ, তাই প্রতিষ্ঠিত শক্তিশালী রাজনৈতিক দল বলতে শুধু বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি, যার নেত্রী ছিলেন খালেদা জিয়া।

টিভি 9 বাংলা 1 Jan 2026 6:50 am

Kalpataru Utsav 2026: বিশ্বাস ও ভক্তি যেখানে মিলেমিশে একাকার, ভোরের আলো ফোটার আগেই দীর্ঘ লাইন, দক্ষিণেশ্বর মন্দিরে, কীভাবে 'কল্পতরু' হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ?

Kalpataru Utsav 2026-Dakshineswar Temple: আজ বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনেই কল্পতরু উৎসব। রাত থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তদের ভিড়। এদিন ভোর সাড়ে ৫টায় খোলা হয় দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশ দ্বার। আজকের এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অনুরাগীরা তাঁকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিশেষ এই দিনে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে অগণিত ভক্ত এসে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। কল্পতরু উৎসবের দিনে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী সেজেছেন নয়া সাজে। প্রতিবছর ১ জানুয়ারি দিনটি ধুমধাম করে পালিত হয় কল্পতরু উৎসব। এই দিনেই শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের কাছে কল্পতরু রূপে আত্মপ্রকাশ করেছিলেন বলে বিশ্বাস। কিন্তু কল্পতরু আসলে কী, তা অনেকেরই অজানা। পুরাণ মতে, কল্পতরু হল এক অলৌকিক ইচ্ছাপূরণকারী বৃক্ষ, যার কাছে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। ১৮৮৬ সালের ১ জানুয়ারি দক্ষিণেশ্বরের কাশীপুর উদ্যানবাটিতে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর শিষ্য ও ভক্তদের প্রতি অসীম কৃপা প্রদর্শন করেন এবং সকলকে আশীর্বাদ প্রদান করেন। সেই দিন তিনি নিজেকে অবতাররূপে প্রকাশ করেছিলেন বলে ভক্তদের বিশ্বাস। এই কারণেই দিনটি কল্পতরু দিবস হিসেবে পরিচিতি লাভ করে। বছরের পর বছর এই পুণ্যতিথিতে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্মরণে দক্ষিণেশ্বর কালীমন্দিরে ভক্তদের ঢল নামে, ভক্তি ও বিশ্বাসে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্ত্বর। কল্পতরু উৎসব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত-শিষ্যরা পালন করেন। এর সূচনা হয়েছিল ১৮৮৬ সালের ১ জানুয়ারি। কাশীপুর উদ্যানবাটীতে মূলত এই উৎসব পালিত হয়। তবে, রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশনের গৃহস্থ, বেদান্ত সোসাইটিগুলো সবাই এই উৎসব পালন করে। দক্ষিণেশ্বর কালীবাড়িতেও রামকৃষ্ণ অনুগামীরা এই দিন গোটা দেশ থেকে পুজো দিতে আসেন। দিনটি পালন করা হয়, কারণ এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংস নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন।এর পিছনে রয়েছে এক অলৌকিক কাহিনি। শ্রীরামকৃষ্ণ সেই সময় দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। তখন তাঁকে কাশীপুর উদ্যানবাটীতে চিকিৎসার সুবিধার জন্য আনা হয়েছিল। সেই সময় ১ জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি শিষ্যদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। শিষ্যদের মধ্যে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। উদ্যানবাটীর এক গাছতলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তাঁকে জিজ্ঞাসা করেন, 'তোমার কী মনে হয়, আমি কে?' জবাবে গিরিশ ঘোষ বলেন, 'আমার বিশ্বাস আপনি রামকৃষ্ণ পরমহংস। মানবকল্যাণের জন্য মর্ত্যে অবতীর্ণ ঈশ্বরের অবতার।'জবাবে শ্রীরামকৃষ্ণ বলেন, 'আমি আর কী বলব? তোমাদের চৈতন্য হোক।' তারপর রামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে পড়েন। আর, তাঁর প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। পরবর্তীতে রামকৃষ্ণদেবের অনুগামীরা জানিয়েছিলেন, ওই স্পর্শে তাঁদের প্রত্যেকের মধ্যে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এই ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত রামকৃষ্ণ দেবের শিষ্য রামচন্দ্র দত্ত দাবি করেছিলে, শ্রীরামকৃষ্ণ সেই দিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। রামচন্দ্র দত্ত এই দিনটির নাম দেন কল্পতরু দিবস। যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয়। রামচন্দ্র দত্ত এই দিনটির নাম দেন কল্পতরু দিবস। যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয়। ওই দিন শ্রীরামকৃষ্ণের কোনও সন্ন্যাসী শিষ্য তাঁর কাছে ছিলেন না। শুধু ছিলেন গৃহী শিষ্যরাই। রামকৃষ্ণ পরমহংস দেবের ভক্ত ও শিষ্যরা দিনটিকে ঠাকুরের বিশেষ উৎসবগুলোর একটি বলে পালন করে থাকেন। আজ কল্পতরু উৎসবের দিনে সেজে উঠেছে দক্ষিণেশ্বর মন্দিরও। নতুন সাজে সাজানো হয়েছে মা ভবতারিণীকে। নতুন বেনারসি, গয়নায় সাজানো হয়েছে মাকে। এরাজ্য তো বটেই এমনকী আজকের এই বিশেষ দিনে ভিনরাজ্য থেকেও ভক্তরা পুজো দিতে এসেছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও আরও পড়ুন- শীত হোক বা উইকেন্ড, কলকাতার কাছে 'সেরার সেরা' এই ৫ পিকনিক স্পট মিস করবেন না

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 6:31 am

Ajker Rashifal Bengali, 1 January 2026: আজ কেমন যাবে মেষ থেকে মীন—এর, জেনে নিন প্রেম, কর্ম এবং অর্থভাগ্য!

Ajker Rashifal Bengali, 1 January, 2026: নতুন বছরের প্রথম দিন, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার। বছরের শুরুতেই গ্রহ-নক্ষত্রের অবস্থান অনেক রাশির জীবনে নতুন আশা, আবার কারও ক্ষেত্রে সতর্কতার বার্তা দিচ্ছে। আজকের দিনটি আবেগ, সম্পর্ক, অর্থ ও কর্মজীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেষ থেকে মীন—সব রাশির জন্যই রয়েছে আলাদা ইঙ্গিত, সুযোগ ও প্রতিকার। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতক-জাতিকারা আজ আশাবাদী মানসিকতায় দিন শুরু করবেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে, যদিও বিদেশ সংক্রান্ত ব্যবসা বা লেনদেনে সতর্ক থাকা জরুরি। প্রেমের সম্পর্কে কিছুটা চাপ আসতে পারে, তবে প্রণয়ীর উপস্থিতি দিনটিকে সুন্দর করে তুলবে। মনের কথা শুনে অকারণে সময় নষ্ট না করাই আজকের মূল শিক্ষা। আরও পড়ুন- নতুন বছর শুরু হতেই এই ভুলগুলো শুধরে নিন, না হলে ২০২৬ জুড়ে আফসোস করতে হতে পারে! বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জাতকদের জন্য দিনটি স্বাস্থ্য ও সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখা এবং শরীরচর্চায় মন দেওয়া প্রয়োজন। আর্থিক মামলায় সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে, যদিও দিনের শেষে মানসিক চাপ অনুভূত হতে পারে। আরও পড়ুন- সূর্যের শক্তিতে খুলবে ভাগ্য, এই জন্ম তারিখগুলির জন্য ২০২৬-এ পদোন্নতির যোগ প্রবল! মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতক-জাতিকারা আজ যোগাযোগ দক্ষতার মাধ্যমে কঠিন কাজ সহজে করতে পারবেন। প্রেমের সম্পর্কে বিয়ে নিয়ে আলোচনা হতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখা জরুরি। বন্ধু নির্বাচনেও সচেতন হওয়া দরকার। আরও পড়ুন- নিজের মাথা নিজেই ঘাঁটেন, মানসিক চাপে কাজ করতে পারেন না যে ৫ রাশির মানুষ! কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জন্য আজ অর্থনৈতিক দিক শক্তিশালী হলেও দায়িত্বের চাপ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক এবং আবেগঘন। সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। আরও পড়ুন- প্রায় প্রতি রাতেই দুঃস্বপ্ন! স্বপ্নের ‘জুজু’ কেন বারবার হানা দেয় কোন ৫ রাশির জীবনে? সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকদের দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে এবং দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে। স্ত্রীর কাছ থেকে বিশেষ চমক পাওয়ার যোগ রয়েছে। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকরা আজ সম্পর্কের দিক থেকে সংবেদনশীল থাকবেন। বন্ধুত্বে ফাটল ধরতে পারে, তাই কথা বলার সময় সতর্ক থাকুন। প্রেমের অনুভূতি গভীর হবে, তবে সময় ব্যবস্থাপনায় ভুল করলে ক্ষতি হতে পারে। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জাতকদের জন্য পরিবার ও বন্ধুদের সমর্থন আজ বড় শক্তি। ব্যবসার গোপন কথা কাউকে না বলাই শ্রেয়। নিজের জন্য সময় বের করতে পারবেন, যা মানসিক শান্তি দেবে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জাতকদের বিশ্রাম প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। নতুন কাজ শুরু করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিলে লাভ হবে। দাম্পত্য জীবনে যত্ন বাড়াতে হবে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতক-জাতিকারা আজ আনন্দ ও ভ্রমণে মন দেবেন। প্রেমের গুরুত্ব আরও গভীরভাবে বুঝতে পারবেন। কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে এবং সঙ্গীর দিক থেকে চমকপ্রদ অভিজ্ঞতা আসতে পারে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। আর্থিক প্রাপ্তি প্রত্যাশামতো নাও হতে পারে। কর্মক্ষেত্রে কাজ শেষ করে তবেই বিশ্রাম নেওয়া ভালো। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জন্য আজ ভাগ্য সহায়ক। ঋণ বা আর্থিক বিষয়ে সুবিধা মিলতে পারে। প্রেমের ক্ষেত্রে বিয়ের আলোচনা হতে পারে। সময়ের অপচয় এড়ানো জরুরি। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের আজ হৃদযন্ত্রের যত্ন নেওয়া দরকার। আত্মীয়দের আগমনে সন্ধ্যা আনন্দময় হবে। দাম্পত্য জীবনে কিছুটা মানসিক দূরত্ব অনুভূত হতে পারে, তবে ধৈর্য ধরলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে। নতুন বছরের প্রথম দিনে গ্রহের এই ইঙ্গিতগুলি মেনে চললে ২০২৬ সালের শুরুটা অনেকটাই ইতিবাচক হতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 1 Jan 2026 6:00 am

Indian Football: সংকটে ভারতীয় ফুটবল, আইএসএলের ক্লাবগুলোকে ডেডলাইন ফেডারেশনের

আইএসএল নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছেই। সমস্যা মেটাতে দেশের ক্রীড়ামন্ত্রকও আসরে নেমেছে। আইএসএলের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেন ফেডারেশন কর্তারা। এমনকি লিগ চালাতে নতুন রোডম্যাপও দেয় এআইএফএফ। অথচ জট কেটেও কাটছে না।

টিভি 9 বাংলা 1 Jan 2026 12:25 am

Calcutta High Court: ‘এরা কীসের শিল্পপতি? কী অবদান আছে এদের?’, জোর সওয়াল রাজ্যের

Calcutta High Court: সাইবার প্রতারণার মামলায় গত ২২ ডিসেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করে জেলা আদালত। আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে যায় রুইয়া পরিবারের তিন সদস্য। প্রায় ৩১৫ কোটি টাকার সাইবার প্রতারণার অভিযোগ ওঠে রুইয়াদের বিরুদ্ধে। ১৩৭৯টি অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে। একাধিক মামলাও বিচারাধীন রয়েছে।

টিভি 9 বাংলা 1 Jan 2026 12:18 am

কালান্তার ( ০১ জানুয়ারী ২০২৬ )

কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar

কি পি ই কালান্তর 1 Jan 2026 12:00 am

Vastu Tips for New Year 2026: নতুন বছর শুরু হতেই এই ভুলগুলো শুধরে নিন, না হলে ২০২৬ জুড়ে আফসোস করতে হতে পারে!

Vastu Tips for New Year 2026: নতুন বছর মানেই কেবল ক্যালেন্ডারের তারিখ বদল নয়, বরং জীবনের পুরোনো নেতিবাচকতা ঝেড়ে ফেলে নতুন শক্তি ও সম্ভাবনাকে স্বাগত জানানোর সময়। ২০২৬ সাল শুরুর আগে যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা করা হয়, তাহলে গোটা বছরজুড়েই তার প্রভাব পড়তে পারে জীবনের নানা ক্ষেত্রে। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘর হল মানুষের জীবনের শক্তিকেন্দ্র। এই ঘরের মধ্যেই যদি ভুল থাকে, অযত্ন থাকে বা নেতিবাচকতা জমে থাকে, তাহলে তা সরাসরি প্রভাব ফেলে স্বাস্থ্য, অর্থ, মানসিক শান্তি এবং সম্পর্কের ওপর। বাস্তু মতে, বছরের শুরুতে ঘরে জমে থাকা আবর্জনা ও অপ্রয়োজনীয় জিনিসপত্র সরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরনো খবরের কাগজ, ভাঙা বাসন, নষ্ট ইলেকট্রনিক্স বা দীর্ঘদিন ব্যবহার না হওয়া জিনিস ঘরে জমে থাকলে তা স্থবির শক্তির সৃষ্টি করে। এই ধরনের জিনিস অর্থের প্রবাহ আটকে দেয় এবং অযথা খরচ বাড়িয়ে তোলে। নতুন বছর শুরুর আগে ঘরকে হালকা ও পরিষ্কার করা মানে নিজের জীবনের পথও পরিষ্কার করা। আরও পড়ুন- সূর্যের শক্তিতে খুলবে ভাগ্য, এই জন্ম তারিখগুলির জন্য ২০২৬-এ পদোন্নতির যোগ প্রবল! ভাঙা বা অচল জিনিসভাঙা বা অচল জিনিস ভাঙা বা অচল জিনিস বাস্তুতে খুবই অশুভ হিসেবে বিবেচিত। ঘরের ভাঙা ঘড়ি, কাজ না করা সুইচ, নড়বড়ে চেয়ার বা দরজা শুধু দৃষ্টিকটু নয়, এগুলি আর্থিক ও মানসিক অস্থিরতার প্রতীক। এমন জিনিস মেরামত না করে রেখে দিলে জীবনের গতি থমকে যেতে পারে। ২০২৬ সালে এগোতে চাইলে এই সব ভাঙা জিনিস দ্রুত সরানো বা ঠিক করা অত্যন্ত জরুরি। আরও পড়ুন- নিজের মাথা নিজেই ঘাঁটেন, মানসিক চাপে কাজ করতে পারেন না যে ৫ রাশির মানুষ! ঘরের কোণে জমে থাকা মাকড়সার জাল ও ময়লা শক্তির প্রবাহে বড় বাধা সৃষ্টি করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, যেখানে আলো ও বাতাস ঠিকমতো পৌঁছয় না, সেখানে নেতিবাচক শক্তি দ্রুত জমে ওঠে। এর ফলে অকারণ চাপ, ক্লান্তি ও মানসিক অস্বস্তি বাড়তে থাকে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু শারীরিক নয়, মানসিক শান্তিও এনে দেয়। আরও পড়ুন- প্রায় প্রতি রাতেই দুঃস্বপ্ন! স্বপ্নের ‘জুজু’ কেন বারবার হানা দেয় কোন ৫ রাশির জীবনে? বাস্তু অনুসারে উত্তর ও উত্তর-পূর্ব দিক অত্যন্ত সংবেদনশীল। এই দিকে ভুলভাবে জলের ফোয়ারা বা জলাধার থাকলে তা আর্থিক ক্ষতি ও অস্থিরতা ডেকে আনতে পারে। অনেক ক্ষেত্রে মানুষ সৌন্দর্যের জন্য জলফোয়ারা বসান, কিন্তু বাস্তু না মেনে তা করলে সুফলের বদলে কুফল দেখা দেয়। যদি ইতিমধ্যেই এমন কিছু থেকে থাকে, তবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই শ্রেয়। আরও পড়ুন- কঠিন পরিস্থিতিতেও কারও সামনে মাথা নত করেন না এই ৩ রাশির মানুষ, আপনিও তাঁদেরই একজন? ঘরের এমন কিছু জায়গা থাকে যেখানে ঢুকলেই ভারী লাগা, অস্বস্তি বা অকারণ অস্থিরতা অনুভূত হয়। বাস্তুশাস্ত্র বলে, এই ধরনের জায়গায় শক্তি স্থবির হয়ে পড়ে। এই স্থবিরতা কাটাতে আলো বাড়ানো, অপ্রয়োজনীয় আসবাব সরানো এবং জায়গাটি পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজন। এতে ঘরে শক্তির ভারসাম্য ধীরে ফিরে আসে। আরও পড়ুন- মেজাজ সতেজ রাখতে আর ঘুম গভীর করতে চান? এই ৬ কায়দায় শরীরে বাড়ান 'সেরাটোনিন' বাস্তু বিশ্বাস অনুযায়ী, অপরিচ্ছন্ন ঘর অনিয়ন্ত্রিত ব্যয়ের অন্যতম কারণ। যেখানে ময়লা ও বিশৃঙ্খলা থাকে, সেখানে অর্থ আসে না বা এলেও টিকে থাকে না। একটি পরিষ্কার, গোছানো এবং প্রাণবন্ত ঘর আর্থিক স্থিতিশীলতার পথ প্রশস্ত করে। ২০২৬ সালকে যদি সত্যিই সাফল্য, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চান, তবে নতুন বছরের আগেই ঘরকে বাস্তু অনুযায়ী প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছোট কিন্তু কার্যকর বাস্তু পরিবর্তনগুলি মেনে চললে নতুন বছর শুধু শুভ সূচনাই নয়, বরং দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনও নিয়ে আসতে পারে। ২০২৬ সাল যেন আফসোসের না হয়ে, হয় অর্জনের বছর, তারই প্রস্তুতি শুরু হোক আজ থেকেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস 31 Dec 2025 11:09 pm

ভারতের যুদ্ধযানে ‘জ্বালানি’ দেবে ২৫০ কোটির গাড়ি তৈরি করা Rolls Royce

India Jet Engine Production: বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে নিজেদের বাজার গড়ে তুলেছে এই ব্রিটিশ সংস্থা। কিন্তু আগামী দিনে ভারতকে নিজেদের 'তৃতীয় গৃহ' হিসাবে তৈরি করতে আগ্রহী রলস রয়েস। তবে আচমকা এই বিনিয়োগ বাড়ানোর ভাবনাচিন্তা কেন? জানা গিয়েছে, সাম্প্রতিককালে প্রতিরক্ষা খাতে ভারতের বিনিয়োগ বৃদ্ধির ঘটনাই টেনে আনছে রলস রয়েসকে।

টিভি 9 বাংলা 31 Dec 2025 10:56 pm

Leopard Attack |দুধিয়ার শিব মন্দিরে চিতাবাঘের হানা, গুরুতর জখম পুরোহিত, সতর্কতা জারি বন দপ্তরের

কার্শিয়াং: বুধবার সন্ধ্যায় মন্দিরে আপনমনে পুজোর কাজকর্ম করছিলেন পুরোহিত। আচমকাই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ল এক চিতাবাঘ (Leopard Attack)। পুরোহিতের চিৎকারে স্থানীয়রা ছুটে আসতেই পালিয়ে যায় চিতাবাঘটি। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় স্থানীয় হাসপাতালে। এদিন এমনই ঘটনা ঘটেছে কার্শিয়াং মহকুমার দুধিয়া এলাকায়। গুরুতর জখম হলেন এক পুরোহিতের নাম জিতেন্দ্র রাই। বছরের শেষবেলায় […] The post Leopard Attack | দুধিয়ার শিব মন্দিরে চিতাবাঘের হানা, গুরুতর জখম পুরোহিত, সতর্কতা জারি বন দপ্তরের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 31 Dec 2025 10:55 pm

Nandini Chakraborty: কখনও বিতর্কে, কখনও সংঘাতে শিরোনামে এসেছেন, সেই নন্দিনী চক্রবর্তীকেই ভরসা মমতার

Nabanna: ২০২২-এ তাঁকে রাজভবনে প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়। রাজ্যপাল সি ভি আনন্দ বোস নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিয়েছিলেন। তারপরও অফিসে যাচ্ছিলেন নন্দিনী। নবান্ন থেকে তাঁকে সরানো না হওয়ায় অফিস ছাড়েননি তিনি। পরে নবান্ন নির্দেশিকা জারি করে পর্যটন দফতরের সচিব করে নন্দিনীকে।

টিভি 9 বাংলা 31 Dec 2025 10:49 pm

Asteroid 2024 YR4: ডেডলাইন ২০৩২ সাল! চাঁদের সম্ভাব্য ‘মৃত্যু’ এগিয়ে আসছে, জানাল NASA

Asteroid May Hit Moon: যদি তেমন কিছু হয় তা হলে হিরোশিমার চেয়েও অন্তত ৪০০ গুণ বড় বিস্ফোরণ হবে। চাঁদের টুকরো ছিটকে বেরিয়ে এসে মহাকাশে আমাদের কৃত্রিম উপগ্রহগুলোর বারোটা বাজিয়ে দেবে। আর পৃথিবীতে এসে পড়লে তো হয়েই গেল। তাই, নাসার বিজ্ঞানীরা এই গ্রহাণুকে মহাকাশেই ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছেন।

টিভি 9 বাংলা 31 Dec 2025 10:36 pm

First Woman Chief Secretary: রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও

First Woman Chief Secretary: রাজ্যের প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হল। রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন নন্দিনী চক্রবর্তী। দীর্ঘ প্রশাসনিক কেরিয়ারে তিনি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং একাধিক বিতর্কেও জড়িয়েছেন। তিনি যখন রাজ্যপালের প্রেস সচিব পদে কাজ করেছিলেন, সেই সময়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র সচিব পদে বসানো হয়েছিল। এবার তিনি মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নন্দিনী চক্রবর্তীর নামের সঙ্গে সম্পর্কিত প্রশাসনিক ইতিহাস ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো চোখে পড়ার মতো। তিনি ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে ছিলেন। আরও পড়ুন- জমি বিবাদ ঘিরে সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড! কোদাল-লাঠি নিয়ে বেপরোয়া হামলায় চূড়ান্ত উত্তেজনা অন্যদিকে, অবসরপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ পন্থও একটি বড় পদে থেকে কাজ করবেন। তিনি এতদিন রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পালন করছিলেন এবং ৩১ ডিসেম্বর বুধবার তাঁর মেয়াদ শেষ হয়েছে। গত ৬ মাস তিনি এক্সটেনশনে ছিলেন। পূর্বে তাঁর মেয়াদ ৩০ জুন পর্যন্ত থাকার কথা ছিল। রাজ্য সরকারের অনুরোধে কেন্দ্র এক্সটেনশন মঞ্জুর করেছিল। মুখ্যসচিব হিসেবে মেয়াদ শেষ হলেও তিনি প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না এবং এবার মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসেবে কাজ করবেন। আরও পড়ুন- শীত হোক বা উইকেন্ড, কলকাতার কাছে 'সেরার সেরা' এই ৫ পিকনিক স্পট মিস করবেন না মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী দায়িত্ব নেওয়ার পরে স্বরাষ্ট্রসচিব পদে জগদীশ প্রসাদ মিনাকে নিযুক্ত করা হয়েছে। পর্যটন দপ্তরের দায়িত্ব বরুণ রায়কে দেওয়া হয়েছে। এছাড়া বরুণ রায়, অত্রি ভট্টাচার্য, এবং প্রভাত মিশ্রের মতো আমলারাও মুখ্যসচিব হওয়ার দৌড়ে ছিলেন। শেষ পর্যন্ত নন্দিনী চক্রবর্তীর নামে সিলমোহর পড়েছে। আরও পড়ুন- “ভোটার লিস্টে সফটওয়্যার চুরি ধরে ফেলেছে তৃণমূল”, SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের রাজ্যের প্রশাসনের শীর্ষে দুই মহিলা দায়িত্বে আসায় নেতৃত্বে সমতা এবং প্রশাসনিক কাঠামোর দৃঢ়তা আরও স্পষ্ট হবে। প্রশাসনিক নিযুক্তির মাধ্যমে নন্দিনী চক্রবর্তী এবং মনোজ পন্থের ভূমিকা সামঞ্জস্যপূর্ণ থাকবে। এর ফলে সরকারি কার্যক্রম, প্রশাসনিক কার্যকারিতা এবং নীতি বাস্তবায়নে সমন্বয় আরও কার্যকর হবে। আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ যা হয়েছিল নন্দিনী চক্রবর্তীর দায়িত্ব গ্রহণের আগে রাজভবন এবং নবান্নের মধ্যে চাপানউতোর পরিস্থিতি তৈরি হয়েছিল। রাজভবন তাঁকে রিলিজ করার কথা জানালেও নবান্নের নির্দেশ ছিল রাজভবনে কাজ করুন। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা আলোচনার পর নন্দিনীকে পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নেন। এবার তিনি মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 31 Dec 2025 10:30 pm

Amit Shah in Bengal: বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে না কোনও প্রকল্প, বললেন শাহ

Amit Shah News: লোকসভা ভোটের আগে এই বার্তাকেই বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করেছিল রাজ্যের শাসকশিবির। তবে বিজেপি বলেছিল, গোটাটাই রাজনৈতিক অভিসন্ধি। এবার বাংলায় এসেও সেই বার্তাই দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কোনও প্রকল্প বন্ধ হবে না।

টিভি 9 বাংলা 31 Dec 2025 10:28 pm

SIR in Bengal: মাটি কামড়ে পড়ে থাকার বার্তা মমতার! BLA-দের নিয়ে কী বলছে কমিশন?

Election Commission on BLA: BLA-দের ক্যাম্প করে বসে থাকার নির্দেশ মমতার, নির্বাচন কমিশনের নিয়ম কি বলছে? BLA-দের ক্যাম্পে বসে থাকার নির্দেশ মমতার। চুঁচুড়ার পর পোলবাতেও হম্বিতম্বি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের।

টিভি 9 বাংলা 31 Dec 2025 10:08 pm

কোন সার্টিফিকেট ধরা হবে না, SIR-এর মধ্যেই বড় নির্দেশ নির্বাচন কমিশনের

OBC: ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। ওই সব সার্টিফিকেট এসআইআরের কাজে ব্যবহার করা যাবে না। জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের এমনই জানাল কমিশন।

টিভি 9 বাংলা 31 Dec 2025 10:00 pm

India Bangladesh Relation |তারেকের হাতে মোদির চিঠি তুলে দিলেন জয়শংকর! রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে (India Bangladesh Relation) প্রয়াত খালেদা জিয়ার অবদানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার খালেদা জিয়ার (Begum Khaleda Jia) শেষকৃত্যে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jayshankar)। ৫ অগাস্টের রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম ভারতের কোনও শীর্ষ মন্ত্রী বাংলাদেশ সফরে গেলেন। খালেদাপুত্র তথা বিএনপির কার্যনির্বাহী […] The post India Bangladesh Relation | তারেকের হাতে মোদির চিঠি তুলে দিলেন জয়শংকর! রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 31 Dec 2025 9:57 pm

SIR in Bengal: কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিক্ষোভের মুখে পড়েছিলেন, রিপোর্ট জমা দিলেন…

IAS C Murugan: এসআইআর শুনানি চলাকালীন আক্রান্ত কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। দেশের নির্বাচন কমিশনের প্রতিনিধিকে ঘিরে চলল বিক্ষোভ, গাড়িতে হামলা চালাল একাংশ। এমনকি, গাড়ির দরজা খুলে চালককে টেনে ফেলে পর্যন্ত দেওয়া হল। এবার এই সমস্ত ঘটনাকে ঘিরে কমিশনের কাছে রিপোর্ট জমা দিলেন বিশেষ পর্যবেক্ষক।

টিভি 9 বাংলা 31 Dec 2025 9:54 pm

Akshu Fernando |কোমায় কাটল ৭ বছরেরও বেশি সময়, শেষ পর্যন্ত হার মানলেন ক্রিকেটার, চিরনিদ্রায় শ্রীলঙ্কার আকশু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্রিকেট বিশ্বের জন্য বছরের শেষ দিনটি বিষাদের ছায়া নিয়ে এল। দীর্ঘ সাত বছরেরও বেশি সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন শ্রীলঙ্কার প্রতিভাবান ক্রিকেটার আকশু ফার্নান্দো (Akshu Fernando)। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্যাটার ড্যামিয়েন মার্টিন (Damien Martyn) মরণব্যাধি মেনিনজাইটিসে (Meningitis) আক্রান্ত হয়ে বর্তমানে কোমায় রয়েছেন। ক্রিকেট জগতের এই জোড়া দুঃসংবাদে […] The post Akshu Fernando | কোমায় কাটল ৭ বছরেরও বেশি সময়, শেষ পর্যন্ত হার মানলেন ক্রিকেটার, চিরনিদ্রায় শ্রীলঙ্কার আকশু appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 31 Dec 2025 9:41 pm

India Slams Pak at UN: ‘ইমরানের কাঁধে সওয়ার হয়ে ক্ষমতা জিইয়ে রেখেছেন মুনির’, পাকিস্তানকে তোপ ভারতের

India Pakistan Row at UN: উপস্থিত ছিল ভারত-পাকিস্তানের প্রতিনিধিরাও। বিতর্কের বিষয় 'শান্তির জন্য নেতৃত্ব'। সেখানেই পাক প্রতিনিধির বক্তব্যকে হাতিয়ার করে ভারতের পাঠানো দূত পর্বতানেনি হরিশ বলেন, 'ভারত ছয় দশক আগে স্বেচ্ছায় সিন্ধু চুক্তি স্বাক্ষর করেছিল। কিন্তু পাকিস্তান গত তিন বছর ধরে যে ভাবে সংঘাত ও সন্ত্রাসী হামলা চালিয়ে গিয়েছে, তা দিনশেষে ওই চুক্তিকে লঙ্ঘন করেছে।'

টিভি 9 বাংলা 31 Dec 2025 9:37 pm

নথির টানে ২৯ বছর পর ঘরে ফিরলেন ‘মৃত’শরিফ! সৌজন্যে বাংলার এসআইআর

সোমবার সন্ধ্যায় ঘরে ফিরলেন ঘরে শরিফ।

সংবাদপ্রতিদিন 31 Dec 2025 9:36 pm

Bangladesh Update: পদ্মাপাড়ে জঙ্গিদের লঞ্চপ্যাড! দু’হাজার কিলোমিটার দূর থেকে আসছে মদত

Bangladesh News Today: একাংশের মতে, গোটা পরিকল্পনার নেপথ্যে পাক চর সংস্থা আইএসআই। তাঁদের মদতেই এই চক্রান্ত। সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্তে লোকালয়ের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকবে এই লঞ্চপ্যাডগুলি। যা মূলত অস্থায়ী শেল্টার হিসাবে ব্যবহারের পরিকল্পনা করছে পাকিস্তান-বাংলাদেশের কট্টরপন্থী গোষ্ঠীগুলো।

টিভি 9 বাংলা 31 Dec 2025 9:32 pm

মাইথনে নৌকাডুবির ভুয়ো ভিডিও ভাইরাল, ‘পরিকল্পিত ষড়যন্ত্র’, বলছে তৃণমূল

আতঙ্কে পড়ে যায় বহু পরিবার।

সংবাদপ্রতিদিন 31 Dec 2025 9:19 pm

বর্ষবরণের রাতে ‘রোমিও’বাইকারদের দৌরাত্ম্য রুখতে ময়দানে প্রশাসন, ধরা পড়লেই…

একাধিক স্থানে নাকা চেকিং বসানো হয়েছে।

সংবাদপ্রতিদিন 31 Dec 2025 9:18 pm

মুখে বলিরেখা, মাথায় যেন ‘তুষার-ধবল কেশ’, ৫৯ বছরে নতুন ক্লাবে সই জাপানি কিংবদন্তির

ভক্তদের কাছে এই ফুটবলার পরিচিত 'কিং কাজু' নামে।

সংবাদপ্রতিদিন 31 Dec 2025 9:14 pm

কত বছর চলে গিয়েছে জীবন থেকে! নিভৃত যতনে বছর বিদায়

অতীত কি সত্যিই লুপ্ত?

সংবাদপ্রতিদিন 31 Dec 2025 9:04 pm

বর্ষশেষে চিঠির মৃত্যু! বিশ্বের প্রথম দেশ হিসাবে ডাকব্যবস্থার ইতি ডেনমার্কে

চার শতকের পরিষেবার সমাপ্তি।

সংবাদপ্রতিদিন 31 Dec 2025 8:56 pm

বর্ষবরণের আমেজে রাতভর পার্টির হ্যাংওভার? রইল চাঙ্গা হওয়ার টিপস

হ্যাংওভারের চিন্তা না করে মেতে উঠুন সেলিব্রেশনে।

সংবাদপ্রতিদিন 31 Dec 2025 8:55 pm

ভোটের আগে কেন্দ্রের সঙ্গে কেএলও নেতার বৈঠক, ‘বাদ’রাজ্য়, নয়া সমীকরণের ইঙ্গিত?

কী কারণে রাজ্যকে না জানিয়ে বৈঠক, স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।

সংবাদপ্রতিদিন 31 Dec 2025 8:54 pm

ইউক্রেনের ড্রোনে ছিল ৬ কেজি বিস্ফোরক! পুতিনের বাসভবনে হামলার ভিডিও প্রকাশ রাশিয়ার

কিভ রাশিয়ার অভিযোগ আগেই অস্বীকার করেছে।

সংবাদপ্রতিদিন 31 Dec 2025 8:50 pm

দিল্লিতে আন্দোলনরত গিগ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ রাঘবের, কী বার্তা আপ সাংসদের?

সম্প্রতি গিগ কর্মীদের দাবি নিয়ে সংসদে সরব হয়েছিলেন রাঘব।

সংবাদপ্রতিদিন 31 Dec 2025 8:41 pm

জমজমাট দিঘার জগন্নাথধাম, বর্ষবরণে অতিরিক্ত সময় মন্দিরে ঢুকতে পারবেন ভক্তরা

বর্ষবরণের রাতে আলোর মালায় সেজে উঠল দিঘা।

সংবাদপ্রতিদিন 31 Dec 2025 8:31 pm

Year End Special Recipe: বছরের অবসানে কেক-পিঠে দুই দিয়েই হোক বিলাসিতা! বাড়িতে বানান চকো ড্রাই ফ্রুট কেক, মুগ পুলি পিঠে

Year End Special Recipe: শীতের শেষে দাঁড়িয়ে নতুন বছরে আমরা সবাই একটু আলাদা আনন্দ খুঁজি। কেউ বাইরে থেকে কেক কিনে আনেন, কেউ আবার বাড়ির তৈরি পিঠেতেই বেশি স্বস্তি পান। কিন্তু এই বছর চাইলে দু’টিই বানাতে পারেন নিজের হাতেই। বাড়িতে তৈরি খাবারের স্বাদ যেমন আলাদা, তেমনই তার সঙ্গে জড়িয়ে থাকে সময় দেওয়ার ভালোবাসা। চকো ড্রাই ফ্রুট কেক চকোলেট আর ড্রাই ফ্রুটের সমৃদ্ধ স্বাদে তৈরি চকো ড্রাই ফ্রুট কেক যেমন আধুনিক রুচির প্রতিফলন, তেমনই মুগ পুলি পিঠে আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ তৈরি করে। আরও পড়ুন- কেন ১লা জানুয়ারি নববর্ষ পালিত হয়, জানুন ইতিহাস এবং বৈজ্ঞানিক কারণ চকো ড্রাই ফ্রুট কেক বানানোর সবচেয়ে বড় সুবিধা হল, এর জন্য খুব বেশি ফ্যান্সি উপকরণের দরকার নেই। ময়দা, ডিম, মাখন, কোকো পাউডার আর কিছু ড্রাই ফ্রুট থাকলেই কাজ শুরু করা যায়। কমলালেবুর রস এই কেককে আলাদা সুগন্ধ দেয়, যা সাধারণ চকোলেট কেকের থেকে স্বাদে ও গন্ধে অনেকটাই আলাদা। ব্যাটার তৈরি করার সময় কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতি ব্যবহার করলে কেক হবে নরম ও ফ্লাফি। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে অভেনে বেক করার পর ঘরে যে সুগন্ধ ছড়াবে, তা-ই নতুন বছরের আমেজ তৈরি করে দেবে। আরও পড়ুন- জানালা দিয়ে আসবাব ফেলা থেকে দরজায় বাসন ভাঙা, নববর্ষে পালনের এসব রীতি অবাক করার মত! অন্য দিকে, মুগ পুলি পিঠে মানেই শীতের বিকেল, ঠাকুমার রান্নাঘর আর গুড়-নারকেলের মিষ্টি গন্ধ। মুগডাল হালকা ভেজে সেদ্ধ করার পর চালের গুঁড়োর সঙ্গে মেখে যে মণ্ড তৈরি হয়, সেটাই পুলির প্রাণ। ভিতরের পুরে পাটালি গুড় আর নারকেলের মিশ্রণ পিঠেকে দেয় আলাদা গভীরতা। পুলি ভাজা আর তারপর হালকা চিনির রসে ডোবানো—এই দুই ধাপেই পিঠে পাবে তার চেনা ঝলমলে রূপ। আরও পড়ুন- সোনিয়া গান্ধীর পরিবারে বিয়ে, প্রিয়াঙ্কার ছেলে রাইহান বঢড়াকে বিয়ে করতে চলেছেন, কে এই আভিভা বেগ? এই দুই রেসিপির সবচেয়ে ভালো দিক হল, এগুলি আগে থেকেই বানিয়ে রাখা যায়। নতুন বছরের দিন অতিথি এলে শুধু সাজিয়ে পরিবেশন করলেই হবে। যাঁরা বাইরে থেকে মিষ্টি কিনতে চান না বা স্বাস্থ্য নিয়ে একটু সচেতন, তাঁদের জন্যও বাড়িতে তৈরি কেক-পিঠে অনেক বেশি নিরাপদ বিকল্প। আরও পড়ুন- 'নতুন বছরের দিনটি প্রতিটি মানুষেরই জন্মদিন', জেনে নিন ছোট, অনুপ্রেরণামূলক উক্তি নতুন বছর মানে শুধু পার্টি নয়, বরং পুরনো বছরের ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন করে শুরু করার প্রতিশ্রুতিও। আর সেই শুরুটা যদি হয় নিজের হাতে বানানো মিষ্টি দিয়ে, তাহলে তার আনন্দই আলাদা। এই নতুন বছরের মিষ্টি তৈরির পদ্ধতি (New Year Dessert Recipe) আপনার পরিবারের ছোট থেকে বড় সবার মন জিতবে নিশ্চিতভাবেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস 31 Dec 2025 8:30 pm

Nandini Chakraborty |রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী। বর্তমানে তিনি স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন বলে নবান্নের অলিন্দে পরিচিতি আছে নন্দিনীর। তবে বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থকেও ছাড়েননি মমতা। তাঁকে প্রিন্সিপাল সেক্রেটারি টু চিফ মিনিস্টার করা হয়েছে। The post Nandini Chakraborty | রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 31 Dec 2025 8:22 pm