SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

17    C
... ...View News by News Source

পারফিউম বেশি ব্যবহার করছেন ? মাথাব্যথা ও অ্যাংজাইটির যোগ আছে কিনা জানেন?

তবে শুধু মাথাব্যথা নয়, বেশি সুগন্ধী ব্যবহার ফেলতে পারে আরও বিপদে। World Health Organization থেকে পাওয়া তথ্য অনুযায়ী কৃত্রিম সুগন্ধীর বহুল ব্যবহারে নাক ও চোখে জ্বালা, ঘুমের সমস্যা, মনোযোগ কমে যাওয়া, মুড সুইং এর মত সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে বদ্ধ জায়গায় যেমন অফিস, লিফট বা গাড়িতে অতিরিক্ত পারফিউম ব্যবহার করলে সমস্যায় পড়তে পারেন।

টিভি 9 বাংলা 9 Jan 2026 4:57 pm

Vande Bharat Sleeper: হাওড়া থেকে কটার সময় ছাড়বে বন্দে ভারত স্লিপার? কোন কোন স্টেশনে দাঁড়াবে?

Vande Bharat Sleeper at Howrah: তবে ডাউন হাওড়া-কামাখ্যা বুধবার এবং আপ কামাখ্যা - হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বৃহস্পতিবার চলবে না। আপাতত মোট দুটি রেক আনা হয়েছে বলেই জানা যাচ্ছে। এগুলিই যাতায়াত করবে। রেল মন্ত্রকের তরফে ১৭ জানুয়ারি উদ্বোধনের সম্ভাব্য তারিখ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

টিভি 9 বাংলা 9 Jan 2026 4:53 pm

ED Raid: ১৪ তারিখেই হবে ED-মমতার সংঘাত মামলার শুনানি, জানালেন প্রধান বিচারপতি

Kolkata: আজ দুপুর আড়াইটে নাগাদ শুনানি শুরু হয় এজলাসে। তবে কোর্টের ভিতরে চলছিল তুমুল হইহট্টগোল। বিচারপতি শুভ্রা ঘোষ নিষেধ করেন এত চিৎকার না করার জন্য। তবে এজলাসের ভিতর শান্ত করা সম্ভব হয়নি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও মাইক হাতে শান্ত থাকার আর্জি জানান সকলকে।

টিভি 9 বাংলা 9 Jan 2026 4:51 pm

সাম্প্রদায়িক দাবিতে ছড়াল কোভিড মহামারীর সময় নেতানিয়াহুর হাত পরিষ্কারের ভিডিও

বুম দেখে ভিডিওটি ২০২০ সালের যখন নেতানিয়াহু কোভিড সংক্রমণের সতর্কতা হিসেবে নিজের হাত স্যানিটাইজ করছিলেন।

বুমলাইভ 9 Jan 2026 4:46 pm

MI vs RCB, WPL 2026 Live: কিছুক্ষণের মধ্যেই শুরু মহারণ, প্রথম ম্য়াচে মুখোমুখি মুম্বই-বেঙ্গালুরু

WPL 2026, MI vs RCB Live Updates: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2026) উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) খেলতে নামছে। ওপেনিং ম্য়াচটি নব্য মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। প্রথম ম্য়াচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে। তারা নিজেদের শক্তিশালী ফর্ম অব্যাহত রাখতে চাইবে। অন্যদিকে, স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও আপাতত খেলার জন্য মুখিয়ে রয়েছে। ২০২৪ সালে তারা ট্রফি জয় করেছিল। প্রথম ম্য়াচ জিতে তারাও এই টুর্নামেন্ট শুরু করতে চায়। WPL 2026 Opening Ceremony: WPL উদ্বোধনে 'চাঁদের হাট', নাচে-গানে জমজমাট! কারা-কারা পারফর্ম করবেন? হেড টু হেড রেকর্ড দুটো দলেই অভিজ্ঞতা এবং তারুণ্যের যথেষ্ট মিশেল রয়েছে। আর সেকারণে আশা করা হচ্ছে, চলতি মরশুমের প্রথম ম্য়াচে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। পরিসংখ্যানের হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স কিছুটা হলেও এগিয়ে থাকবে। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ৭ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ৪ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স জয়লাভ করেছে। আর আরসিবি জিতেছে ৩ ম্যাচে। WPL 2026 Live Streaming Info: কখন-কোথায় দেখবেন WPL-এর লাইভ স্ট্রিমিং? না জানলে হাত কামড়াবেন পিচ এবং ওয়েদার রিপোর্ট আশা করা হচ্ছে, ওয়েদার একেবারেই স্বাভাবিক থাকবে। পরিষ্কার থাকবে আকাশ। তাপমাত্রাও একেবারে আরামদায়ক থাকবে। বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। তবে দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যে দল রান তাড়া করবে, তারা কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে। আশা করা হচ্ছে, উইকেট ব্যাটিং সহায়ক হবে। প্রথম ইনিংসে গড়ে ১৫০-১৬০ রান উঠতে পারে। Top 4 Unsold Cricketers in WPL 2026 Auction: আশা ছিল আকাশছোঁয়া, হয়ে গেলেন ব্রাত্য! চেনেন এই ৪ ক্রিকেটারকে? কোথায়-কখন দেখবেন ম্য়াচ? মুম্বই এবং আরসিবি-র মধ্যে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের প্রথম ম্য়াচের টস সন্ধ্যা ৭টায় হবে। আর খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। স্টার স্পোর্টস নেটওয়ার্কে আপনারা এই ম্য়াচ দেখতে পাবেন। এছাড়া জিও হটস্টারে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং আপনারা উপভোগ করতে পারবেন। সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। গায়ক হানি সিং এবং অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ় পারফরম্য়ান্স করবেন বলে শোনা যাচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Jan 2026 4:46 pm

রোজ রোজ ভারী মেকআপ করছেন? আপনার ত্বক দ্রুত ড্যামেজ হচ্ছে না তো!

ত্বকের স্বাস্থ্য সংক্রান্ত ওয়েব সাইট থেকে পাওয়া এক বিশিষ্ট ডার্মাটোলজিস্ট এর মত অনুযায়ী, মেকআপে থাকা তৈলাক্ত পদার্থ টেনে নেয় ধুলো বালি , রোজ মেকআপ করে ত্বকের যত্ন না নিলে ত্বক ক্ষতিগ্রস্থ হয়ে জ্বালা হওয়ার সমস্যা দেখা যায়। মেকআপের কারণে ত্বকের মেরামত প্রক্রিয়ার পথে বাধা আসে ফলে কোলাজেন উৎপাদন কমে যায়, ত্বক হয়ে যায় শিথিল।

টিভি 9 বাংলা 9 Jan 2026 4:38 pm

কোলে কুমির নিয়ে সিনেমা হলে দর্শক! ভিডিয়ো দেখলে তাক লেগে যাবে

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কয়েকশ ভক্ত বিশাল আকৃতির নকল কুমির মাথার ওপর তুলে স্লোগান দিতে দিতে হলের ভেতরে ঢুকছেন। আসলে ছবির ট্রেলারে একটি দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে প্রভাসকে একটি কুমিরের সঙ্গে লড়াই করতে এবং সেটিকে আছাড় মারতে দেখা গেছে।

টিভি 9 বাংলা 9 Jan 2026 4:38 pm

IDFC Bank Credit Card: আপনি ঘনঘন বেড়াতে যান? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ খবর!

Best Credit Card For Travel: এই কার্ড ব্যবহার করলে ইউপিআই লেনদেনেও পাবেন একাধিক সুবিধা। ২ হাজার টাকার বেশি লেনদেন করলে প্রতি ১৫০ টাকায় পাবেন ৩ পয়েন্ট। আর ২ হাজার টাকার কমে প্রতি ১৫০ টাকা খরচে পাবেন ১ পয়েন্ট করে। তবে, ইএমআই পরিশোধ, পেট্রোল বা ডিজেল কেনা বা নগদ টাকা তুললে কোনও রিওয়ার্ড পয়েন্ট মিলবে না।

টিভি 9 বাংলা 9 Jan 2026 4:37 pm

Indian Movies for Oscars |অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমার জয়জয়কার! ‘হোমবাউন্ড’-এর পর এবার লড়াইয়ে ঋষভ শেট্টির ‘কান্তারা’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের দৌড়ে এবার জোরালো হচ্ছে ভারতের দাবি। ভারত থেকে অফিশিয়াল এন্ট্রি হিসেবে পাঠানো ‘হোমবাউন্ড’ ইতিমধ্যেই আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সেরা ১৫-এর তালিকায় (শর্টলিস্ট) জায়গা করে নিয়েছে। তবে চমক এখানেই শেষ নয়, এবার মূল বিভাগে সেরা ছবির প্রতিদ্বন্দ্বিতায় নাম তুলল আরও তিনটি ভারতীয় […] The post Indian Movies for Oscars | অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমার জয়জয়কার! ‘হোমবাউন্ড’-এর পর এবার লড়াইয়ে ঋষভ শেট্টির ‘কান্তারা’ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 4:36 pm

I-PAC Raid |কলকাতা থেকে গোয়ায় পাচার ২০ কোটি! কেন আই প্যাকের দপ্তরে হানা দিল ইডি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের কয়লা পাচার কাণ্ডের তদন্তে বিস্ফোরক তথ্যের সন্ধান পেয়েছে ইডি। অন্তত তদন্তকারী সংস্থা সূত্রে এমনটাই জানা গেছে। এর জেরেই ইডির তরফে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ও দপ্তরে রেইড করা হয় (I-PAC Raid)। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দলের রাজনৈতিক তথ্য চুরি করা হচ্ছে বলে অভিযোগ করে হানা […] The post I-PAC Raid | কলকাতা থেকে গোয়ায় পাচার ২০ কোটি! কেন আই প্যাকের দপ্তরে হানা দিল ইডি? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 4:32 pm

‘কম কিন্তু ভালো কাজ করব’, ‘কালরাত্রি ২’মুক্তি পেতেই নতুন শুরুর ইঙ্গিত সৌমিতৃষার?

আর কী বলছেন সিরিজের প্রধান মুখ সৌমিতৃষা কুণ্ডু?

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 4:31 pm

মোদিকে একা ফেলে ‘ISA’থেকে ট্রাম্পের পিঠটান! কী এই জোট, কেন পিছু হঠল আমেরিকা?

৩০ বছরের ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কেও চওড়া ফাটল!

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 4:26 pm

Share Market: টানা পাঁচ দিন পতনে টালমাটাল শেয়ার বাজার, প্রায় ১২ লক্ষ কোটি হারিয়ে মাথায় হাত বিনিয়োগকারীদের

Stock Market News: বাজারের গ্রাফ লাগাতার নামায় ফের দালাল স্ট্রিট যেন দু’মাসের আগের অবস্থায় চলে গিয়েছে। শুক্রবার লেনদেন চলাকালীন সেনসেক্স ৪৭৩ পয়েন্ট কমে ৮৩,৭০৭.৯৮ পয়েন্টে চলে যায়। যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ১১ নভেম্বর সেনসেক্সকে এই ৮৩,০০০-এর ঘরে দেখা গিয়েছিল।

টিভি 9 বাংলা 9 Jan 2026 4:24 pm

Train Dead body Recover: ট্রেনের ভিতরে বয়স্ক লোকটাকে এভাবে দেখতে হবে? হইহই কাণ্ড

Medinipur: কর্ণাটকের ইয়াদগীর জেলার বাসিন্দা হলেন মালাপ্পা। তার কাছ থেকে পাওয়া আধার কার্ড দেখে ওই ব্যক্তির নাম পরিচয় জানা গিয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার নাগাদ মেদিনীপুর স্টেশনে ট্রেন ঢোকার পর ট্রেনের যাত্রীরাই আরপিএফকে খবর দেয়। ওই ব্যক্তি জানান, কামরার মধ্যে এক ব্যক্তি সিটের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন।

টিভি 9 বাংলা 9 Jan 2026 4:03 pm

Supreme Court on Stray Dog Case: ‘বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন রয়েছেন!’, শর্মিলাকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Supreme Court Slams Sharmila Tagore: তৃতীয় দিনের শুনানিতে অভিনেত্রী শর্মিলা ঠাকুরের যুক্তি শোনে শীর্ষ আদালত। এদিন শুনানিপর্বে এইমস-এ থাকা গোল্ডি নামে একটি পথকুকুরের কথা উল্লেখ করেন শর্মিলার হয়ে উপস্থিত সওয়ালকারী। পাশাপাশি, তিন সদস্যের বিশেষ বেঞ্চকে তিনি জানান, 'যদি কমিটি তৈরি করা যেত, যাঁরা কোনও প্রতিষ্ঠানে আশ্রিত পথকুকুরদের আচরণ বোঝার চেষ্টা করবে, তা হলে বিষয়টা ভাল হত।

টিভি 9 বাংলা 9 Jan 2026 4:01 pm

‘ইন্ডাস্ট্রিই সেটেল হচ্ছে না, আমি নিজে কী করে সেটেল করব’, বিয়ে নিয়ে খুল্লমখুল্লা মত অঙ্কুশের

'লাইক-রিভিউস সব কিনলে নিজের মূল্য বুঝব কী করে?', সাফ কথা প্রযোজক-অভিনেতা অঙ্কুশের।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 4:00 pm

Calcutta High Court: ঠিক দুপুর দেড়টায় হঠাৎ হোয়াটসঅ্যাপ লগ আউট… ফোন করলে অন্য নম্বরে চলে যাচ্ছে! এজলাসে বিস্ফোরক ED-র আইনজীবী

ED Case: হোয়াটসঅ্যাপও পুরো হ্যাক করা হয় বলে জানিয়েছেন আইনজীবী। তিনি জানান, হঠাৎ হোয়াটসঅ্যাপের লগ ইন বন্ধ হয়ে যায়, লগ ইন করলে সেটা অন্য ফোনের নম্বর চলে যায়। যাকেই ফোন করেন, সেটাই অন্যত্র চলে যাচ্ছিল। কেউ কেউ ওপার থেকে টাকা দাবি করেছেন বলেও অভিযোগ। যদিও বিচারপতিকে এই অভিযোগের কথা বলার সময়, অপরপক্ষের আইনজীবীরা তাঁকে থামিয়ে দেন

টিভি 9 বাংলা 9 Jan 2026 3:57 pm

Abhisek Banerjee: ‘আসলে এই কারণে আইপ্যাকে ইডির রেইড হয়েছে’, অবশেষে মুখ খুললেন অভিষেক

ED on I-PAC: বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, “তোমাদের কাছে সব আছে ভাই, মানুষ নেই। তৃণমূলের কাছে কিছু নেই, মানুষ আছে। খেলা হবে। গণতন্ত্রে গণদেবতা তো শেষ কথা বলে। অমিত শাহ তো ভোট দেবে না, নরেন্দ্র মোদী তো ভোট দেবে না, মিডিয়ার লোক তো ভোট দেবে না। ভোট দেবে তো খেটে খাওয়া মানুষ, শ্রমিক-কৃষক-মা-ভাইয়েরা। এমন জবাব দেবেন যেন ওদের অহংকার ভেঙে যেন চূর্ণ-বিচূর্ণ হয়।”

টিভি 9 বাংলা 9 Jan 2026 3:57 pm

Winter Weight Gain Prevention: জানুন শীতকালে ওজন বৃদ্ধি রোধ করার উপায়, স্থূলতা এড়াতে এই বিষয়গুলি মনে রাখবেন!

Winter Weight Gain Prevention: শীতকাল এলেই অনেকের জীবনযাত্রায় বড় পরিবর্তন দেখা যায়। ঠান্ডা আবহাওয়ায় শরীরকে উষ্ণ রাখার জন্য বেশি শক্তির প্রয়োজন হয়, ফলে স্বাভাবিকের তুলনায় ক্ষুধা বেড়ে যায়। এই সময়ে মানুষ এমন খাবারের দিকে বেশি ঝোঁকে যেগুলো শরীর গরম রাখে কিন্তু একই সঙ্গে ক্যালোরি ও চর্বির পরিমাণও বেশি থাকে। এর সঙ্গে যোগ হয় উৎসবের মরশুম, ঘরে ঘরে নানা রকম ভাজাভুজি ও মিষ্টি খাবার। সব মিলিয়ে শীতকালে ওজন বৃদ্ধি খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়ায়। শীতে সচেতনতা জরুরি শীতে সচেতন না হলে অল্প কয়েক মাসের মধ্যেই ওজন অনেকটাই বেড়ে যেতে পারে। শীতে মানুষ সাধারণত কম নড়াচড়া করেন, সকালে হাঁটা বা ব্যায়াম করতে আলস্য বোধ করেন। ঠান্ডায় বাইরে বেরোতে ইচ্ছা না হওয়ায় শরীরচর্চা কমে যায়, যার সরাসরি প্রভাব পড়ে ওজনের ওপর। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে শীতকালেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আরও পড়ুন- মাত্র ২ চামচ কফি পাউডারে চুল করুন কালো, জানুন চুল পড়া বন্ধ করা ও চুল ঘন করার গোপন উপায় শীতকালে গরম পানীয় খাওয়ার প্রবণতা স্বাভাবিক। কিন্তু চা, কফি বা গরম চকোলেটের পরিবর্তে স্যুপ ও ভেষজ পানীয় বেছে নেওয়া অনেক বেশি স্বাস্থ্যকর। চিনিযুক্ত চা বা স্বাদযুক্ত কফি শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ করে, যা মেদ বাড়ায়। হালকা সবজি স্যুপ বা আদা, তুলসী, দারুচিনি দিয়ে তৈরি ভেষজ পানীয় শরীর গরম রাখার পাশাপাশি হজমেও সাহায্য করে। আরও পড়ুন- বেরোনোর সময় হাঁচি হলে কি বিপদ নিশ্চিত? শুভ কাজ শুরুর আগে হাঁচি কি সত্যিই অশুভ, না কি সবটাই কুসংস্কার? এই সময়ে প্রোটিন গ্রহণ বাড়ানো অত্যন্ত জরুরি। প্রোটিন শরীরকে দীর্ঘক্ষণ তৃপ্ত রাখে এবং পেশি শক্তিশালী করতে সাহায্য করে। ফলে অকারণে বারবার খাওয়ার প্রবণতা কমে। ডিম, ডাল, ছোলা, দই এবং মৌসুমি ফল খাদ্যতালিকায় রাখলে শীতকালে ওজন বৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। জাঙ্ক ফুড বা অতিরিক্ত ভাজা খাবারের বদলে এসব খাবার শরীরের জন্য উপকারী। আরও পড়ুন- শীতকালে হাত ও পায়ের আঙুল ফুলে যায় কেন? ব্যথা বা চুলকানি কমাতে জানুন ঘরোয়া প্রতিকার! শীতকাল মানেই বাজারে নানা ধরনের সবুজ শাকসবজি এবং টাটকা ফল। এই সময়ে খাদ্যতালিকায় শাকসবজি ও কম চিনিযুক্ত ফল বেশি করে রাখলে শরীরে ফাইবারের জোগান বাড়ে। ফাইবার হজম ভালো রাখে এবং পেট ভরার অনুভূতি দেয়, ফলে অতিরিক্ত খাওয়া এড়ানো যায়। শীতকালে আলু, কেক, বিস্কুট বা অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার যতটা সম্ভব কম খাওয়াই ভালো। আরও পড়ুন- ৫১ বছর বয়সেও ২৫-এর মতো পেশীবহুল শরীর, জানুন বলিউডের গ্রিক গডের ফিটনেস রহস্য ঠান্ডার অজুহাতে ব্যায়াম বন্ধ করে দিলে ওজন বৃদ্ধি প্রায় নিশ্চিত। বাইরে হাঁটতে না পারলে ঘরের ভেতরেই সহজ ব্যায়াম করা যেতে পারে। নিয়মিত স্কোয়াট, লাঞ্জ, স্ট্রেচিং বা হালকা যোগাভ্যাস শরীর সচল রাখে এবং ক্যালোরি পোড়াতে সাহায্য করে। প্রতিদিন অল্প সময় হলেও শরীরচর্চা করলে শীতকালে ফিট থাকা সম্ভব। শীতকালে পার্টি ও সামাজিক অনুষ্ঠান বেশি হয়, যেখানে অস্বাস্থ্যকর খাবার এড়ানো কঠিন। তবে পার্টিতে যাওয়ার আগে হালকা কিছু খেয়ে নিলে সেখানে অতিরিক্ত খাওয়া কমে যায়। এতে ক্যালোরি নিয়ন্ত্রণে থাকে এবং ওজন বৃদ্ধির ঝুঁকিও কমে। মিষ্টি শীতকালের অন্যতম আকর্ষণ। হালুয়া, লাড্ডু বা নানা ধরনের পিঠে খাওয়া একেবারে বন্ধ করা না গেলেও পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি। অল্প করে খেলে স্বাদও পাওয়া যায় আবার ওজনও নিয়ন্ত্রণে থাকে। একইভাবে শীতকালে অতিরিক্ত অ্যালকোহল সেবন শরীরের জন্য ক্ষতিকর। চিনিযুক্ত ককটেল বা কার্বনেটেড পানীয়ের সঙ্গে অ্যালকোহল ওজন দ্রুত বাড়ায়, তাই এর পরিমাণ সীমিত রাখা উচিত। সব মিলিয়ে বলা যায়, সুস্বাস্থ্য কেবল ডায়েট নয়, বরং একটি সচেতন জীবনযাত্রার ফল। খাবার, ব্যায়াম ও দৈনন্দিন অভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই শীতকালেও সুস্থ এবং ফিট থাকা সম্ভব।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Jan 2026 3:52 pm

জন আব্রাহমের পিঠে হাজার আঁচড়ের দাগ! নায়িকার চোখের সামনেই কী ঘটে যায়?

এক সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা স্মরণ করেন তাঁর এবং জন আব্রাহামের অভিনীত ছবি ‘আই, মি অউর ম্যায়’-এর প্রচারের দিনগুলোর কথা। তিনি বলেন, “আমরা দিল্লির একটি কলেজে প্রচারে গিয়েছিলাম। স্টেজ থেকে নামার সময় হঠাৎই ভিড় বাড়তে শুরু করে। নিরাপত্তারক্ষীরা জনকে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

টিভি 9 বাংলা 9 Jan 2026 3:52 pm

Mamata Banerjee |ইডির ‘চক্রান্ত’রুখতে রণংদেহী মমতা! যাদবপুর-হাজরা মিছিলে জনজোয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর সাম্প্রতিক অভিযানের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার পথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গন্তব্য— যাদবপুর থেকে হাজরা মোড়। প্রতিবাদের প্রেক্ষাপট: ‘ইলেকশন স্ট্র্যাটেজি’ চুরির অভিযোগ বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাক (I-PAC)-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি চালায়। […] The post Mamata Banerjee | ইডির ‘চক্রান্ত’ রুখতে রণংদেহী মমতা! যাদবপুর-হাজরা মিছিলে জনজোয়ার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 3:41 pm

UTS-এ কাটা বার্ষিক টিকিটের কী হবে? চটপট ট্রান্সফার করে নিন এভাবে

এভাবে চটপট ট্রান্সফার করে নিন টিকিট।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 3:38 pm

জয়ের থেকে খোরপোশ নিয়েছেন ৫ কোটি! জল্পনায় জল ঢেলে মাহি বললেন, ‘নোংরামি বন্ধ করুন’

২০১১ সালের নভেম্বরে চার হাত এক হয়েছিল জয় ও মাহির।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 3:36 pm

Tamim Iqbal Controversy: তামিম ইকবাল নাকি 'ভারতের দালাল'! BCB কর্তার মন্তব্যে গৃহযুদ্ধ বাংলাদেশেই

Tamim Iqbal : ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলতে ভারতে আসতে নিমরাজি বাংলাদেশ ক্রিকেট দল। বিষয়টা নিয়ে আপাতত গোটা ক্রিকেট বিশ্ব তোলপাড় হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket) এই সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন টাইগারবাহিনীর প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। তাঁর কথায়, আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আরও পড়ুন: Bangladesh Cricket Controversy Update: আদৌ টি-২০ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ? সামনে এল চাঞ্চল্যকর আপডেট কী বলেছেন নাজমূল? তামিমের এই মন্তব্যকে একেবারে ভালভাবে গ্রহণ করতে পারেননি বিসিবি পরিচালক এম নাজমূল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে তিনি প্রকাশ্যেই নিজের ক্ষোভ জাহির করেছেন। এমনকী, তামিমকে তিনি 'ভারতীয় এজেন্ট' বলেও উল্লেখ করেন। একটি পোস্টে তিনি লিখেছেন, 'এবার আরও একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু'চোখ ভরে দেখল।' আরও পড়ুন: Mustafizur Rahman News Update: মুস্তাফিজুর রহমানকে ফের IPL খেলার প্রস্তাব দিয়েছে BCCI? জেনে নিন আসল সত্যিটা বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলো-র পক্ষ থেকে এই ব্যাপারে নাজমূলকে ফোন করা হয়েছিল। তবে ওই সংবাদপত্রের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাজমূল নাকি ফোন ধরেননি। বিষয়টা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হতে শুরু করেছে। আরও পড়ুন: Bangladesh Cricket controversy update: শুধু নিরাপত্তা নয়, জড়িয়ে দেশের সম্মান! নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেটারদের একাংশ এই ব্যাপারে তামিম এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া না দিলেও বাংলাদেশের ক্রিকেটাররা এই ব্যাপারে ইতিমধ্যে মুখ খুলেছেন। বলা ভাল, নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। একটি ফেসবুক পোস্টে তাসকিন লিখেছেন, 'ক্রিকেট বাংলাদেশের প্রাণ। সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক (প্রাক্তন) জাতীয় অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে। দেশের একজন সাবেক (প্রাক্তন) ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলেই মনে করি। আশা করি, সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে।' আরও পড়ুন: Bangladesh Hindu Assault: বাংলাদেশে হিন্দু মহিলার উপর অত্যাচার, রাগে এবার গর্জে উঠলেন গব্বর! বললেন... একই কথা শোনা গেল তাইজুল ইসলামের গলাতেও। তাঁর কথায়, 'এহেন মন্তব্যের দৃঢ় প্রতিবাদ করছি। দায়িত্বশীল পদে থেকে এমন মন্তব্য বোর্ড কর্তাদের পেশাদারিত্ব, নৈতিকতা ও আচরণবিধি নিয়ে প্রশ্ন তোলে। এই মন্তব্যের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা চাইতে হবে। নাহলে জবাবদিহি করতে হবে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Jan 2026 3:36 pm

Mamata Banerjee: যাদবপুর থেকে হাজরা, মমতার ৭ কিমি মিছিলে দেব, সায়নী, জুন, রচনাদের ভিড়...

মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন মিছিল। হাঁটতে শুরু করলেন তিনি। সঙ্গে একঝাক তারকা। গতকাল I-Pac-এ ইডি হানার কারণে যে গুরুতর পরিস্থিতি সৃষ্টি হয়, সেই নিয়েই নানা আলোচনা। মুখ্যমন্ত্রী নানা অভিযোগ করেছেন। তিনি তদন্ত চলাকালীন নিজের দায়িত্বে সেখানে ঢুকে গিয়ে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন। এমনকি, খেয়াল করলে দেখা যাবে, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তিনি নানা অভিযোগ করেন। বারবার তৃণমূল সরকার জানিয়েছে, এই কাণ্ড আগামীতে তৃণমূলের যে রননীতি, বিধানসভা নির্বাচনে - তাতে আঘাত হানার চেষ্টা করছে। এবং, আজ দুপুর গড়াতেই নিজের দলের সাংসদ এবং তারকাদের হাতে হাত মিলিয়েই তিনি হাঁটতে শুরু করেন। ছবিঃ পার্থ পাল Tara-Veer: কনসার্ট বিতর্কে ফাটল? তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া নাকি আলাদা পথে! মুখ্যমন্ত্রীর সঙ্গে, এক লাইনে হাঁটছেন দেব থেকে সোহম, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, লাভ্লি মৈত্র। এছাড়াও আরও অনেকেই তাঁরা রয়েছেন। যদিও বা তাঁরা, সবসময় দিদির ডাকে সাড়া দেন। তিনি যে কাজেই ডাকেন না কেন, তাঁরা হাজির হয়েছেন সেখানেই। দেখা যাচ্ছে সৌমিত্রিশা থেকে সোহেল এবং তিয়াশা লেপচাকে। আরও অনেকেই রয়েছেন সেখানে। দেবের সঙ্গে রয়েছেন সায়নী ঘোষ। এছাড়াও দেখা যাচ্ছে, কাঞ্চন মল্লিককে। এদিকে, মিছিল শুরু হওয়ার আগেই বাবুলকে জড়িয়ে ধরলেন দেব। তাঁদের মধ্যে কিছু কথোপকথন হয়। প্রসঙ্গে, প্রায় ৭ কিমি রাস্তা তাঁরা মিছিল করছেন। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড়ে গিয়ে শেষ হবে, এই মিছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Jan 2026 3:30 pm

জন্মভূমি ভারত, ‘দেশে’র মাটিতেই পেয়েছেন বিরাট-রোহিতকে হারানোর রসদ! চর্চায় রজনীভক্ত কিউয়ি স্পিনার

থালাইভার মন্ত্রে ভর করেও সাফল্য আশা করছেন তরুণ তুর্কি।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 3:30 pm

পেট্রোডলার যখন ‘যকের ধন’! হোয়াইট হাউসের হম্বিতম্বি না মানার মাশুল গুনলেন নিকোলাস মাদুরো?

ভেনেজুয়েলার মাটির তলায় রয়েছে ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 3:27 pm

Venezuelan Oil |রুশ তেলের দিন কি শেষ? ডোনাল্ড ট্রাম্পের তদারকিতে এবার ভেনেজুয়েলার তেল পাবে ভারত!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্ব ভূ-রাজনীতিতে এক অভূতপূর্ব মোড়! গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দি হওয়ার পর থেকেই বদলে গিয়েছে এই দেশটির তেলের বাজারের সমীকরণ। এবার সেই ভেনেজুয়েলার খনিজ তেল ভারতের কাছে বিক্রি করতে আগ্রহ দেখাল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। লক্ষ্য একটাই— রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের রুশ তেলের ওপর নির্ভরশীলতা কমানো। […] The post Venezuelan Oil | রুশ তেলের দিন কি শেষ? ডোনাল্ড ট্রাম্পের তদারকিতে এবার ভেনেজুয়েলার তেল পাবে ভারত! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 3:24 pm

Cooch Behar Stall Scam |কোচবিহার পুরসভার ‘স্টল-কেলাঙ্কারি’: বড়সড়ো অনিয়মের অভিযোগ 

শুভঙ্কর চক্রবর্তী, কোচবিহার: অত্যন্ত গোপনে বিলি হয়ে গেল কোচবিহার পুরসভার ভবানীগঞ্জ বাজারের তিনটি সরকারি স্টল (Cooch Behar Stall Scam)। সেই স্টলগুলির একটি পেয়েছেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার চন্দনা মহন্তর স্বামী দীপক মহন্ত। আর এক তৃণমূল কাউন্সিলার উজ্জ্বল তরের স্ত্রী দীপালি তরের নামেও বরাদ্দ হয়েছে একটি স্টল। অন্য স্টলটি পেয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের রূপা দাস […] The post Cooch Behar Stall Scam | কোচবিহার পুরসভার ‘স্টল-কেলাঙ্কারি’: বড়সড়ো অনিয়মের অভিযোগ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 3:23 pm

কাজের অতিরিক্ত চাপ! আদালত চত্বরেই ‘আত্মঘাতী’বিশেষভাবে সক্ষম ক্লার্ক

মামলা দায়ের করে তদন্তে পুলিশ।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 3:23 pm

Jana Nayagan: ২৭ কাটের পরেও কেন আটকে রাখা? জন নায়াগন নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

মাদ্রাজ হাইকোর্ট, শুক্রবার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে, অভিনেতা বিজয় অভিনীত, জন নায়াগন ছবিটিকে অবিলম্বে ইউ/এ সার্টিফিকেট জারি করার নির্দেশ দিয়েছে। টানা দুই দিনের উত্তপ্ত নাটকীয়তার পর এই রায় আসে। সিবিএফসির অপ্রত্যাশিত বিলম্বের কারণে, নির্মাতারা ছবিটির ৯ জানুয়ারির নির্ধারিত মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হন। বিচারপতি পিটি আশা রায়ে জানান, অভিযোগকারীর অভিযোগ “পরোক্ষভাবে করা” এবং এতে পর্যাপ্ত ভিত্তি নেই। তিনি আরও বলেন, পরীক্ষণ কমিটি ইতিমধ্যেই ইউ/এ সার্টিফিকেট সুপারিশ করায় চেয়ারপারসনের আর পুনর্বিবেচনার ক্ষমতা প্রয়োগের সুযোগ ছিল না। আদালতের মতে, এমন অভিযোগ গ্রহণ করা হলে এটি ভবিষ্যতে “বিপজ্জনক প্রবণতা” তৈরি করবে। Shatrughan Sinha post: ‘সিদ্ধান্তের ভুল আমাকে তাড়িয়ে বেড়ায়’, রীনা রায়ের জন্মদিনে শত্রুঘ্ন সিনহার ভালোবাসা ভরা বার্তা জানা গেছে, জন নায়াগন বিজয়ের শেষ সিনেমা। কারণ তিনি তামিলাগা ভেট্ট্রি কাজাগামের নেতৃত্বে রাজনীতিতে পদার্পণের প্রস্তুতি নিচ্ছেন। ছবিটি ১৮ ডিসেম্বর, সিবিএফসির কাছে জমা দেয়া হয়েছিল। প্রথম পর্যবেক্ষণে কমিটি ২৭টি কাটের নির্দেশ দেয় এবং নির্মাতারা সেই নির্দেশ মেনে ছবি সংশোধন করে পুনরায় জমা দেন। কিন্তু এরপর পরীক্ষণ কমিটির একজন সদস্য, চেয়ারপারসনকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে, অভিযোগ করেন যে তাদের আপত্তিগুলো যথাযথভাবে, সমাধান করা হয়নি। ওই অভিযোগের ভিত্তিতে চেয়ারপারসন ছবিটিকে রিভিশন কমিটির কাছে পাঠান, যার ফলে সার্টিফিকেশন আরও পিছিয়ে যায়। তবে পাঁচ সদস্যের পরীক্ষণ কমিটির চারজনই ছবিটি মুক্তির পক্ষে ছিলেন। Tara-Veer: কনসার্ট বিতর্কে ফাটল? তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া নাকি আলাদা পথে! আদালতে কেভিএন প্রোডাকশনের আইনজীবীরা, প্রশ্ন তোলেন কেন, তাদের অভিযোগকারী সদস্যের পরিচয় বা অভিযোগের প্রকৃতি জানানো হয়নি। বিচারপতি মঙ্গলবার, মৌখিকভাবে সিবিএফসিকে অভিযোগপত্র জমা দিতে বলেছিলেন, যেখানে দাবি করা হয় ছবিটি “ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।” প্রযোজনা সংস্থার মতে, ছবিটির বাজেট প্রায় ৫০০ কোটি টাকা এবং পোঙ্গল সপ্তাহান্তে মুক্তির উপর তাদের বড় আর্থিক বিনিয়োগ নির্ভর করছে। হাইকোর্টের রায়ে ছবিটির মুক্তির পথ আপাতত পরিষ্কার হলেও নির্মাতারা এখনও নতুন মুক্তির তারিখ ঘোষণা করেননি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Jan 2026 3:21 pm

Palm Reading Personality Traits: আপনার তালুর আকার ও রং বলবে আপনি কেমন মানুষ, জানাচ্ছেন জ্যোতিষী

Palm Reading Personality Traits: হাতের তালু শুধু কাজ করার একটি অঙ্গই নয়, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একজন মানুষের চরিত্র, মানসিকতা ও জীবনদর্শনের এক নীরব প্রতিচ্ছবি। হাতের তালু অনুসারে প্রতিটি মানুষের তালুর গঠন ও রং আলাদা হয় এবং সেই ভিন্নতাই প্রকাশ করে তাদের স্বভাবগত বৈশিষ্ট্য। অনেকেই মনে করেন হস্তরেখা না জানলে ভবিষ্যৎ জানা সম্ভব নয়, কিন্তু জ্যোতিষ মতে শুধুমাত্র তালুর প্রকৃতি দেখেও বহু তথ্য পাওয়া যায়। পরিশ্রমী এবং দায়িত্ববান যাঁদের তালু চওড়া, তাঁরা সাধারণত অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্ববান হন। এঁরা জীবনে সহজে হাল ছাড়েন না এবং একবার কোনও সিদ্ধান্ত নিলে তা পূরণ না করা পর্যন্ত থেমেও যান না। চওড়া তালুর মানুষদের কথা ও কাজে মিল থাকে বলেই সমাজে তাঁদের ওপর ভরসা করা যায়। কর্মক্ষেত্রে বা পারিবারিক জীবনে এঁরা নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত হন। আরও পড়ুন- শুভ কাজে বেরোনোর সময় পিছু ডাকলেই কি অঘটন নিশ্চিত, সত্যিটা কী? যে সকল মানুষের তালু দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় সমান, অর্থাৎ বর্গাকার, তাঁরা বাস্তববাদী ও আত্মবিশ্বাসী হন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ধরনের মানুষরা নিজেদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন থাকেন। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলেন এবং যেটা পারেন না সেটার পিছনে সময় নষ্ট করেন না। কঠোর পরিশ্রম এবং বাস্তব চিন্তাধারাই তাঁদের সাফল্যের মূল চাবিকাঠি। আরও পড়ুন- কেউ স্বাচ্ছন্দ্যের গণ্ডি পেরোন না, কেউ আবার সকলের ওপর ছড়ি ঘোরান! ১২ রাশির খারাপ দিকগুলি জানুন সরু তালুর মানুষদের স্বভাব একটু ভিন্ন ধরনের হয়। এঁরা সাধারণত নিজের স্বার্থকে অগ্রাধিকার দেন এবং কোনও কাজ শুরু করার আগে নিজের লাভ-ক্ষতি বিচার করেন। অন্যের মতামতের ওপর খুব একটা নির্ভর না করে নিজের সিদ্ধান্তেই চলতে ভালোবাসেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এঁরা স্বাধীনচেতা হলেও অনেক সময় আত্মকেন্দ্রিক হয়ে উঠতে পারেন। আরও পড়ুন- মনের মানুষের 'চোখের তারা', প্রেম এসে কড়া নাড়ে এই ৩ রাশির মনের দরজায় নরম তালুর মানুষরা স্বভাবতই কোমল হৃদয়ের হন। এঁদের মধ্যে সহানুভূতি ও সহমর্মিতা প্রবল থাকে। অন্যকে সাহায্য করা এঁদের স্বভাবের অংশ এবং কোনও পরিস্থিতিতেই ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করেন না। শান্ত ও সংবেদনশীল এই মানুষরা সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন। আরও পড়ুন- মুখোশধারী মানুষদের বদ উদ্দেশ্য চট করে ধরে ফেলেন এই ৪ রাশি, অভিনয় এঁদের সামনে টেকে না! শক্ত তালু যাঁদের, তাঁদের জীবনপথ সহজ হয় না। নানা বাধা ও উত্থান-পতনের মধ্য দিয়েই এঁদের চলতে হয়। তবে শক্ত তালুর মানুষরা সমস্যার সামনে মাথা নোয়ান না। দৃঢ় মনোবল ও পরিশ্রমের জোরে তাঁরা প্রতিকূল পরিস্থিতিকে জয় করেন। কাজই এঁদের জীবনের প্রথম অগ্রাধিকার। তালুর রং-ও ব্যক্তিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। লাল তালুর মানুষরা খুব সহজেই রেগে যান এবং আবেগপ্রবণ হন। নিজের রাগ নিয়ন্ত্রণ করা তাঁদের পক্ষে কঠিন হয়। এঁরা একা থাকতে ভালোবাসেন এবং সহজে কাউকে বিশ্বাস করেন না। হাতের তালু অনুযায়ী, এই রং শক্তিশালী আবেগের প্রতীক। অন্যদিকে গোলাপি তালু মানেই মানসিক শান্তি ও ভারসাম্য। এই ধরনের মানুষরা কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারেন। চট করে রেগে যান না এবং ধৈর্যের সঙ্গে সমস্যার সমাধান করেন। পরিশ্রমী ও লক্ষ্যপূরণে অবিচল এই মানুষরা সাফল্য অর্জন না করা পর্যন্ত থামেন না।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Jan 2026 3:20 pm

‘নিজেদের মধ্যে লড়াই নয়’, কোর কমিটির বৈঠকে দিলীপ-শুভেন্দুদের সাফ বার্তা নাড্ডার

মাঠে নেমে কাজ করতে হবে, সাফ বার্তা বিজেপি সভাপতির।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 3:19 pm

দুই রণবীরের পর ‘আলফা মেল’শাহিদ কাপুর, ‘ও রোমিও’লুকে ফেরালেন ‘কবীর সিং’নস্ট্যালজিয়া

'অ্যানিম্যাল', 'ধুরন্ধর'-এর মতোই রক্তস্নান হবে! 'ও রোমিও' লুকে হুঁশিয়ারি শাহিদের।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 3:18 pm

আবহাওয়াই হাতিয়ার রাশিয়ার! কিয়েভে মিসাইল-ড্রোন হানায় নিহত ৩, পুতিনের চাপে কাঁপছে ন্যাটো

হামলায় অজানা ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে ইউক্রেনের দাবি।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 3:10 pm

Bangladesh Update: ‘সম্প্রীতির’ বঙ্গবন্ধুকে সরিয়ে ‘বিদ্বেষী’ হাদির নাম! বড় বদলের পথে ঢাকা বিশ্ববিদ্যালয়

Dhaka University: তবে শুধুই এই দু'টি হল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অন্তর্গত মোট পাঁচটি স্থাপনা থেকে শেখ হাসিনার পরিবারের নাম সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি সিন্ডিকেট। প্রস্তাব দেওয়া হবে 'শহিদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল'-এর নাম পরিবর্তন করারও।

টিভি 9 বাংলা 9 Jan 2026 3:10 pm

ছেলের জন্মের পর থেকেই কোন আতঙ্কে ভুগছেন ভিকি? জানলে হতবাক হবেন

‘জাস্ট টু ফিল্মি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভিকি কৌশল বলেন, বাবা হওয়ার পর সময়ের গুরুত্ব হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। এখন জীবনের কেন্দ্রবিন্দু বদলে গেছে। সত্যি বলতে, জীবনে এই প্রথমবার আমি ফোন হারিয়ে ফেলার ভয়ে সিঁটিয়ে থাকি। আগে এসব নিয়ে মাথা ঘামাতাম না, কিন্তু এখন ফোনে আমার ছেলের অজস্র ছবি আর ভিডিও রয়েছে।

টিভি 9 বাংলা 9 Jan 2026 3:03 pm

Calcutta High Court |হট্টগোলে কান পাতা দায়! এজলাসে তুমুল বিশৃঙ্খলা, উঠে গেলেন বিচারপতি

শিরোনাম: আদালতের শিষ্টাচার লঙ্ঘিত? বিশৃঙ্খলার জেরে আইপ্যাক মামলার শুনানি (I-PAC Case Hearing) না করেই এজলাস ছাড়লেন ক্ষুব্ধ বিচারপতি। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল শুক্রবার। আইপ্যাক মামলার মতো গুরুত্বপূর্ণ শুনানির দিনে এজলাসের পরিবেশ এবং আইনজীবীদের অতিরিক্ত ভিড় নিয়ে প্রশ্ন উঠল। বিচারকক্ষের পবিত্রতা ও শান্তি বজায় না থাকায় শুনানি শুরু হওয়ার […] The post Calcutta High Court | হট্টগোলে কান পাতা দায়! এজলাসে তুমুল বিশৃঙ্খলা, উঠে গেলেন বিচারপতি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 3:03 pm

Silver Price Drops: টানা দু’দিন ধরে পড়ছে রুপোর দাম, কেন এই অস্থিরতা?

Gold-Silver Price Drop: হংকং অ্যান্ড সাংহাই ব্যাঙ্কিং কর্পোরেশনের এই রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রুপোর বর্তমান অবস্থা। আগামীতে রুপো কী অবস্থা হতে পারে সেটাও বলা হয়েছে এই রিপোর্টে। ফলে, রুপোর আগামীর অবস্থার উপর নজর থাকলেও রুপোয় বিনিয়োগ করা এই মুহূর্তে সঠিক কি না, তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়।

টিভি 9 বাংলা 9 Jan 2026 3:02 pm

New Amrit Bharat Routes 2026 |বঙ্গে রেল-বিপ্লব: মালদা থেকে বন্দে ভারত স্লিপার ও হাফ ডজন অমৃত ভারতের উদ্বোধন করবেন মোদি

সানি সরকার, শিলিগুড়ি: ভোটমুখী বাংলা ও অসমকে শুধু বন্দে ভারত স্লিপার নয়, সঙ্গে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন দিচ্ছে অশ্বিনী বৈষ্ণোর রেলমন্ত্রক। তাৎপর্যপূর্ণভাবে প্রত্যেকটি ট্রেনকে মালদা থেকে সবুজ পতাকা দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে বন্দে ভারত স্লিপারের সঙ্গে ১৭ জানুয়ারি হাফডজন অমৃত ভারত এক্সপ্রেসের (New Amrit Bharat Routes 2026) পথ চলা শুরু হচ্ছে। পরের দিন গুয়াহাটি […] The post New Amrit Bharat Routes 2026 | বঙ্গে রেল-বিপ্লব: মালদা থেকে বন্দে ভারত স্লিপার ও হাফ ডজন অমৃত ভারতের উদ্বোধন করবেন মোদি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 2:59 pm

মমতার প্রতিবাদ মিছিল Live Update: এজেন্সি সংঘাতে পথে মমতা, যাদবপুরে শুরু মিছিল

যাদবপুর থেকে হাজরা পর্যন্ত যাবে মিছিল।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 2:55 pm

Mustafizur Rahman News Update: মুস্তাফিজুর রহমানকে ফের IPL খেলার প্রস্তাব দিয়েছে BCCI? জেনে নিন আসল সত্যিটা

Mustafizur Rahman: আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নির্দেশ দিয়েছিল, মুস্তাফিজ়ুর রহমানকে যেন রিলিজ় করে দেওয়া হয়। বিসিসিআই-এর এই নির্দেশের পর কেকেআর (KKR) ম্য়ানেজমেন্ট দ্রুত রিলিজ় করে দেয় বাংলাদেশের এই পেস তারকাকে। প্রসঙ্গত, আইপিএল (IPL 2026) মেগা অকশনে মুস্তাফিজ়ুরকে ৯.২ কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথেষ্ট অসন্তোষ প্রকাশ করে। এমনকী, তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপে নিজেদের ভেন্যু বদলের আর্জিও জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে। আরও পড়ুন: Mustafizur Rahman: IPL থেকে বিতাড়িত, অবশেষে পাকিস্তানের হাত ধরলেন মুস্তাফিজ়ুর? ইতিমধ্যে আইসিসি-র কাছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড ২ চিঠি লিখেছে। এদিকে বাংলাদেশ সংবাদমাধ্যম একটি ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াতে শুরু করেছে। সেখানে দাবি করা হচ্ছে, মুস্তাফিজ়ুর রহমানকে নাকি বিসিসিআই ফের একবার আইপিএল টুর্নামেন্ট খেলার প্রস্তাব দিয়েছে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। আরও পড়ুন: Mustafizur Rahman Controversy: 'হিন্দু ক্রিকেটারকে অধিনায়ক করেছে...', মুস্তাফিজ়ুর আগুনে ঘি ঢাললেন JDU নেতা ভুয়ো খবরে সাফাই দিতে হল BCB-কে বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম ইতিমধ্যে দাবি করতে শুরু করেছিল, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নাকি মুস্তাফিজ়ুর রহমানকে ফের একবার আইপিএল টুর্নামেন্ট খেলার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভেন্যু বদলের দাবি তুলতেই নাকি বিসিসিআই ফিজ়কে ফের আইপিএল খেলার অফার দিয়েছে। আরও পড়ুন: Mustafizur Rahman Controversy: কার নির্দেশে 'বাদ' মুস্তাফিজ়ুর? সামনে এল বিতর্কিত সত্য এই খবর প্রকাশ্যে আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা আমিনুল ইসলাম বুলবুলকে সাফাই দিতে হয়েছে। স্থানীয় সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, আমিনুল ইসলাম বুলবুল নিজের বিবৃতিতে জানিয়েছেন যে মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল টুর্নামেন্টে ফেরানোর ব্যাপারে আমার সঙ্গে কোনও লিখিত কিংবা মৌখিকভাবে কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে এই খবরের কোনও সত্যতা নেই বললেই চলে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Jan 2026 2:52 pm

Calcutta High Court: ১৩ বছর পর আজ হাইকোর্টের এজলাসে হঠাৎ হাজির চন্দ্রিমা

High Court-ED Case: শুক্রবার সকাল থেকে কলকাতা হাইকোর্টের এজলাসে ভিড় ছিল চোখে পড়ার মতো। একদিকে ইডি-র অভিযোগ, তাদের তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে, তৃণমূলের দাবি, তাদের গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় সংস্থা। জোড়া মামলা হয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে।

টিভি 9 বাংলা 9 Jan 2026 2:52 pm

হাই কোর্টে ইডি বনাম দিদি! বেনজির বিশৃঙ্খলায় এজলাস ছাড়লেন বিচারপতি, পিছল শুনানি 

চেয়ার ছেড়ে উঠে গেলেন বিচারপতি শুভ্রা ঘোষ।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 2:47 pm

Calcutta High Court, I-Pac: ‘এজলাস খালি করুন, কিচ্ছু শুনতে পাচ্ছি না’, বেরিয়েই গেলেন বিচারপতি ঘোষ

Calcutta High Court: সেই সময় পুলিশ সেখানে অতিসক্রিয় ছিল। তাদের কাজে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই হাইকোর্টের দ্বারস্থ ইডি আধিকারিকরা। শুক্রবার শুরু হয়ে গিয়েছে এই মামলার শুনানি। এজলাসের ভিতরে কী হচ্ছে সব একনজরে....

টিভি 9 বাংলা 9 Jan 2026 2:46 pm

Darivit Justice Denied |‘মা হয়ে একাই লড়ে যাব’, দাড়িভিটের তদন্ত নিয়ে ক্ষুব্ধ পরিবার ও সাংসদ

অরুণ ঝা, দাড়িভিট: সংকীর্ণ হতে হতে প্রায় বুজে আসা দলঞ্চা নদীর পাড়ে অর্ধসমাপ্ত রাজেশ-তাপসের (Rajesh-Tapas Darivit) সমাধি। তৃণমূল কংগ্রেসের নেতারা সমাধির কাজ শেষ হতে দিচ্ছেন না বলে অভিযোগ। মর্মান্তিক দুই মৃত্যুকে ব্যবহার করে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলা ছাড়া কিছুই করতে পারেনি বলে চর্চা এলাকায়। ন্যায়বিচার মিলবে আদৌ? বিধানসভা ভোটের আগে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দাড়িভিটের […] The post Darivit Justice Denied | ‘মা হয়ে একাই লড়ে যাব’, দাড়িভিটের তদন্ত নিয়ে ক্ষুব্ধ পরিবার ও সাংসদ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 2:45 pm

আমেরিকায় মহিলাকে গুলি করে খুন অভিবাসন কর্তার! অভিযুক্তের পক্ষ নিয়ে কী বললেন ট্রাম্প?

বুধবার মিনিয়েপলিসে ঘটনাটি ঘটেছে।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 2:43 pm

Toxic |নয়নতারাকে টেক্কা কিয়ারার, যশের ‘টক্সিক’-এ টাকার খেলা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রেক্ষাপট ৯০-এর দশকের গোয়া। ড্রাগ কার্টেল আর অপরাধের অন্ধকার জগতের এক ‘ফেয়ারিটেল’। দক্ষিণী সুপারস্টার যশের কামব্যাক ছবি ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ ঘিরে এখন তুঙ্গে উত্তেজনা। সম্প্রতি মুক্তি পাওয়া ছবির টিজার ইতিমধ্যেই ইউটিউবে ঝর তুলেছে। তবে শুধু যশের দাপুটে অবতার নয়, আলোচনার কেন্দ্রে এখন এই মেগা-বাজেট ছবির তারকাদের আকাশছোঁয়া পারিশ্রমিক। বাজেটের […] The post Toxic | নয়নতারাকে টেক্কা কিয়ারার, যশের ‘টক্সিক’-এ টাকার খেলা! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 2:42 pm

মানুষের ব্লাড ব্যাগে ১০০০ লিটার ছাগলের রক্ত! হায়দরাবাদে তল্লাশি অভিযানে স্তম্ভিত পুলিশ

ফার্মের মালিকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 2:40 pm

Iran Protests |ইরানে বিক্ষোভের আগুন: রাষ্ট্রীয় সম্প্রচার ভবনে অগ্নিসংযোগ, বন্দর নগরীর রাজপথ দখল জনতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির জেরে আবারও উত্তাল হয়ে উঠেছে ইরান। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ক্ষুব্ধ জনতা ইসফাহান শহরে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের (IRIB) একটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। পাশাপাশি, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বান্দর আব্বাসের রাজপথও নিজেদের দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। মূল ঘটনাপ্রবাহ: সোশ্যাল […] The post Iran Protests | ইরানে বিক্ষোভের আগুন: রাষ্ট্রীয় সম্প্রচার ভবনে অগ্নিসংযোগ, বন্দর নগরীর রাজপথ দখল জনতার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 2:36 pm

Barasat: পরপর বাড়ি থেকে গরু ‘মিসিং’, কাজ করছে বিরাট গ্যাং, খুঁজতে গিয়ে যা জানা গেল…

পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের শাস্তি ও বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে। মৃত গৃহপালিত গরুর মরদেহ রাস্তায় রেখেই টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ঘন্টাখানেক অবরোধের পর পৌঁছয় এসডিপিও বারাসতের নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে প্রায় এক ঘন্টা পর তুলে নেওয়া হয় অবরোধ। পুলিশের পক্ষ থেকে গরুর মরদেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য বারাসত পশু চিকিৎসাকেন্দ্রে।

টিভি 9 বাংলা 9 Jan 2026 2:32 pm

Tiger Census |ডুয়ার্সে শুরু হচ্ছে মেগা বাঘ শুমারি, নেওড়াভ্যালির পর এবার নজর গরুমারা-চাপড়ামারিতে

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের পাশাপাশি সমতলের গরুমারা জাতীয় উদ্যান (Gorumara National Park) ও চাপড়ামারি অভয়ারণ্যেও যৌভভাবে বাঘ শুমারি (Tiger Census) করবে ন্যাশনাল টাইগার প্রোজেক্ট কনজারভেশন, ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং বন দপ্তর। চলতি মাসের ১৮ কিংবা ২০ তারিখের মধ্যে শুমারি শুরু হবে বলে খবর। অন্যদিকে, ফেব্রুয়ারি মাসে একটু ঠান্ডা কমলে বাঘ শুমারি শুরু […] The post Tiger Census | ডুয়ার্সে শুরু হচ্ছে মেগা বাঘ শুমারি, নেওড়াভ্যালির পর এবার নজর গরুমারা-চাপড়ামারিতে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 2:30 pm

Abhishek Banerjee: ‘আমায় বিধবা হওয়ার হাত থেকে বাঁচান’, অভিষেকের কাছে আর্জি মহিলার, তারপরই ঘটল ‘অবাক’ ঘটনা

Malda: গতকাল অভিষেক বক্তব্য রাখছিলেন। সেই সময় মঞ্চের ধারে এক মহিলা কাঁদতে কাঁদতে এসে তাঁকে বলেন, আমাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান। তৃণমূলেরই একদল নেতাদের নাম করে অভিযোগ জানান। সাদা কাগজে খাম বন্দি অভিযোগপত্রো তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। গৃহবধূর নাম তৌহিদা রহমান।

টিভি 9 বাংলা 9 Jan 2026 2:25 pm

অন্তরীক্ষে অসুস্থতা! তড়িঘড়ি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফেরানো হচ্ছে চার নভশ্চরকে

মার্চ পর্যন্ত তাঁদের মহাকাশে থাকার কথা ছিল বলে জানানো হয়েছে।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 2:24 pm

Tilak Varma |“দ্রুত ফিরছি,” হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ‘হুঙ্কার’ তিলক বর্মার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সামনেই ফেব্রুয়ারি মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। তার ঠিক আগেই বড়সড় দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে এল ভারতীয় ক্রিকেট মহলে। চোটের কারণে জরুরি অস্ত্রোপচার করাতে হলো টিম ইন্ডিয়ার উদীয়মান তারকা তিলক বর্মাকে। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন তিনি। কেন হঠাৎ অস্ত্রোপচার? বর্তমানে হায়দরাবাদ দলের হয়ে রাজকোটে […] The post Tilak Varma | “দ্রুত ফিরছি,” হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ‘হুঙ্কার’ তিলক বর্মার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 2:19 pm

Jungle Safari |শতবর্ষের ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া! নতুন সাজে জঙ্গল সাফারি

১১ জানুয়ারি থেকে প্রত্যেক শনি ও রবিবার শিলিগুড়ি জংশন থেকে তিনধারিয়া পর্যন্ত চলবে বিশেষ জয়রাইড। বেসরকারি হাতে থাকছে দুটো কামরা আর রেলের হাতে একটি। দুটি ভিন্ন ভাড়া, পরিষেবাও আলাদারকম। রাহুল মজুমদার, শিলিগুড়ি: শতবর্ষ পেরিয়ে আসা ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান টয়ট্রেনে বেসরকারিকরণের ছোঁয়া লাগল। বেসরকারি সংস্থার হাত ধরে নতুন মোড়কে চালু হচ্ছে টয়ট্রেনের স্পেশাল জয়রাইড ‘জঙ্গল […] The post Jungle Safari | শতবর্ষের ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া! নতুন সাজে জঙ্গল সাফারি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 2:17 pm

এবার বিনামূল্যে পথদুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসা, অগ্নিকাণ্ড রোধে বাস তৈরির নয়া নিয়ম, ঘোষণা গড়করির

দুর্ঘটনা এড়াতে 'ভি টু ভি' ব্যবস্থা আনছে কেন্দ্র, কী এই প্রযুক্তি?

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 2:16 pm

রাত বিরেতে ওটা করতে পারতেন না ঋষি কাপুর! বাবা রাজ কাপুরকে স্পষ্ট কী জানিয়ে ছিলেন অভিনেতা?

ঋষি নিজেই বিভিন্ন সময়ে বাবার সঙ্গে তাঁর এক মানসিক দূরত্বের কথা অকপটে স্বীকার করেছেন। এমনকি তিনি বাবাকে 'সাহাব' বলে সম্বোধন করতেন, যা শ্রদ্ধার চেয়ে ভয় মিশ্রিত দূরত্বেরই ইঙ্গিত ছিল বেশি। তবে সম্প্রতি সামনে এল এক অবাক করা তথ্য— পেশাদার ঋষি কাপুর একবার খোদ বাবার সিনেমার প্রস্তাবই সটান ফিরিয়ে দিয়েছিলেন!

টিভি 9 বাংলা 9 Jan 2026 2:13 pm

আস্ত ‘কুমির’নিয়ে প্রেক্ষাগৃহে প্রভাস ভক্তদের তাণ্ডব, চূড়ান্ত বিশৃঙ্খলায় বাতিল ‘রাজা সাহেব’-এর শো

'রাজা সাহেব' মুক্তির দিনেই নেতিবাচক চর্চায় দক্ষিণী তারকা প্রভাস!

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 2:08 pm

West Bengal SIR 2025: আরও ৯৪ লক্ষ ভোটারকে নোটিস পাঠানো শুরু, কমিশনের পাখির চোখ বাংলার ভোটার তালিকা

West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর বৃহস্পতিবার জানিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার আওতায় অস্থায়ীভাবে বিদেশে অবস্থানরত ভোটারদের শুনানির জন্য আর ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে না। দফতরের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পড়াশোনা, সরকারি বা বেসরকারি কাজ, চিকিৎসা কিংবা অন্য কোনও বৈধ কারণে বিদেশে থাকা ভোটারদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে। নির্বাচন কমিশনের এক কর্তা জানান, অস্থায়ীভাবে বিদেশে থাকা যোগ্য ভোটাররা যাতে শুনানি প্রক্রিয়ায় কোনও অসুবিধার সম্মুখীন না হন, সে কারণেই কমিশন একটি নমনীয় নীতি গ্রহণ করেছে। এই ধরনের ভোটারদের ব্যক্তিগতভাবে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই বলেই নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে। আরও পড়ুন- পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা! হেল্পলাইন চালু করলেন অভিষেক বিবৃতিতে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট ভোটাররা তাঁদের পরিবারের যে কোনও সদস্যকে প্রতিনিধি হিসেবে পাঠাতে পারবেন। ওই প্রতিনিধিকে ভোটারের সঙ্গে সম্পর্কের বৈধ প্রমাণ ও কমিশনের নির্ধারিত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। পাশাপাশি সরকারি কর্মচারী, সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্য এবং সরকারি খাতের সংস্থার কর্মীদের ক্ষেত্রে এসআইআর শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকছে না। এদিকে, রাজ্যের বাইরে কর্মরত বা পড়াশোনারত পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্যও স্বস্তির খবর দিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার আওতায় তাঁদেরও ব্যক্তিগতভাবে হাজিরা দেওয়ার প্রয়োজন হবে না। খুব শীঘ্রই চালু হতে যাওয়া একটি অনলাইন পোর্টালের মাধ্যমে তাঁরা প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। আরও পড়ুন- আইপ্যাক তল্লাশিতে 'বাধা', ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ ED নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, কেউ যদি নিজে শুনানিতে উপস্থিত থাকতে না পারেন, সে ক্ষেত্রে পরিবারের কোনও সদস্য তাঁর পক্ষে হাজির হতে পারবেন। একই সঙ্গে অনলাইনে জমা দেওয়া নথিও কমিশন গ্রহণ করবে। এই সিদ্ধান্তে রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিক, শিক্ষার্থী ও পেশাজীবীদের বড় স্বস্তি মিলবে বলে মনে করছে প্রশাসন। কারণ, এতদিন তাঁদের শুনানির জন্য ব্যক্তিগতভাবে হাজির থাকতে হত, যা নিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। অন্যদিকে, কমিশন কিছু বুথ স্তরের কর্মকর্তার (বিএলও) ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। অভিযোগ, একাধিক ক্ষেত্রে বিএলও-রা সরকারি নির্দেশিকা উপেক্ষা করে নিজের মতো সিদ্ধান্ত নিয়েছেন। কমিশন স্পষ্ট জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে কোনও ভুল হলে সংশ্লিষ্ট বিএলও-দের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তার দায় ইআরও-দের উপর চাপানো হবে না। প্রসঙ্গত, বুধবার ভোটার তালিকার নথিতে অসঙ্গতির কারণে প্রায় ৯৪ লক্ষ ভোটারকে নোটিস পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। সীমিত সময়ের মধ্যে প্রায় এক কোটি শুনানি সম্পন্ন করা সম্ভব হবে কি না, তা নিয়ে দফতরের অন্দরেই উদ্বেগ তৈরি হয়েছে বলে সূত্রের খবর। আরও পড়ুন- “এবার বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর ব্যথাটা কোথায়? আই-প্যাকের বিষয়ে ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন শুভেন্দু

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Jan 2026 2:02 pm

Road Accident: বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মৃত্যু প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যার! হেফাজতে ট্রাক চালক

Daughter of Home Minister Killed: সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার ভোর ৫টার দিকে ইনদওর সংলগ্ন রালামণ্ডল বাইপাসের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেই সময় গাড়িতে প্রেরণা-সহ মোট চার জন ছিলেন। প্রত্যেকেই বন্ধু বলে পিটিআই-কে জানিয়েছে পুলিশ। ভোরের দিকে একসঙ্গে ঘুরতে বেরিয়েছিল তাঁরা। কিন্তু ওই বাইপাসে ওঠার পরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

টিভি 9 বাংলা 9 Jan 2026 2:01 pm

গ্রেপ্তার হতে চলেছেন শাহবাজ শরিফ? পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা!

পাকিস্তানের অন্দরেই বিপাকে প্রধানমন্ত্রী শাহবাজ।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 2:00 pm

নন্দীগ্রামে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, আদি-নব্য বিবাদে রক্তারক্তি কাণ্ড! আহত ২

কম্বল দেওয়াকে কেন্দ্র করে বিজেপির দুই নেতার মধ্যে বচসা।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 2:00 pm

কীভাবে আবাসনে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা, দেখুন সিসিটিভি ফুটেজ

আবাসনের ভেতরে চলল দুষ্কৃতীদের তাণ্ডব। আবাসনের ঘর থেকে লুঠ নগদ লক্ষাধিক টাকা ও সোনার গহনা। সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতীদের ছবি। আতঙ্কে আবাসিকরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার সোদপুরের। বসাক বাগান এলাকায় ওই আবাসনের ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে অবাধে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। আলমারির তালা শাবল দিয়ে ভেঙে নগদ লক্ষাধিক টাকা ও সোনা রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। আবাসনে দুষ্কৃতীদের ঢোকার ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। অভিযোগ দায়ের করা হয়েছে খড়দহ থানায়। অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

টিভি 9 বাংলা 9 Jan 2026 1:57 pm

রাতারাতি চাকরি হারিয়েছেন? ভেঙে না পড়ে এভাবেই সহজে খুঁজে নিন পছন্দের কাজ

কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারলেই কেল্লাফতে!

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 1:55 pm

Bengal Winter Update |তীব্রতা সামান্য কমলেও দাপট কমছে না শীতের, কুয়াশার সতর্কতা বঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত (Bengal Winter Update)। গত কয়েকদিনের হাড়কাঁপানো ঠান্ডার দাপট শুক্রবার সামান্য কমলেও স্বস্তি মিলছে না শহরবাসীর। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, শুক্রবার কলকাতার (Kolkata Winter Update) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। পারদ সামান্য বাড়লেও তা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি কম। কনকনে ঠান্ডার এই আমেজ এখনই কাটার […] The post Bengal Winter Update | তীব্রতা সামান্য কমলেও দাপট কমছে না শীতের, কুয়াশার সতর্কতা বঙ্গে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 1:54 pm

‘পশ্চিমবঙ্গে ভোট, তাই…’, বিশ্বকাপ নিয়ে ‘রাজনীতি’তে জয় শাহকে তোপ বিসিবি প্রাক্তনীর

'জয় শাহ একটাও ম্যাচে ব্যাট ধরেনি', তোপ ক্রিকেট কর্তার।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 1:52 pm

Supriyo Dutta: খ্যাতিকে নয়, কাজকেই গুরুত্ব! সুপ্রিয় দত্তের অনুপ্রেরণার জার্নি

অভিনেতা সুপ্রিয় দত্ত বাংলা বিনোদন জগতের এমন এক নাম, যিনি ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। চেনা ছকের বাইরে গিয়ে চরিত্র বেছে নেওয়ার সাহস এবং বাস্তবধর্মী অভিনয়ের জন্য তিনি আলাদা করে নজর কেড়েছেন। শুরুর দিকে সুপ্রিয় দত্তের (Supriyo Dutta) অভিনয়জীবন মোটেই মসৃণ ছিল না। থিয়েটারের মঞ্চ থেকেই তাঁর অভিনয়ের হাতেখড়ি। মঞ্চনাটকে দীর্ঘদিন কাজ করার ফলে অভিনয়ের ভিত মজবুত হয়, সংলাপ বলার ধরন ও চরিত্রের আবেগ ধরার দক্ষতা গড়ে ওঠে। থিয়েটার তাঁকে শিখিয়েছে ধৈর্য, শৃঙ্খলা এবং চরিত্রের গভীরে ঢুকে অভিনয় করার কৌশল। এই অভিজ্ঞতাই পরবর্তীতে তাঁকে টেলিভিশন ও সিনেমায় আলাদা করে চিনিয়ে দেয়। আরও পড়ুন: অভিনয়ে হিট, দায়িত্বে দৃষ্টান্ত! রশ্মিকা মন্দানার নাম শীর্ষ করদাতার তালিকায় অভাবকে সঙ্গী করে ছোট থেকে বড় হওয়া তাঁর। অভাবের সংসারে হাল ধরতে বাবার সঙ্গে একটা সময় চপ বক্রি করতেন সুপ্রিও। তারপর অনেকটা পথ পেরিয়ে ২০০৬ সালে সুমন মুখ্যোপাধ্যায়ের হারবার্ট ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি টলিউডে (Tollywood) পা রাখেন। তারপর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টেলিভিশনে কাজ শুরু করার পর বিভিন্ন ধারাবাহিকে সুপ্রিয় দত্ত নানা ধরনের চরিত্রে অভিনয় করেন। কখনও সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য, কখনও নেতিবাচক বা ধূসর চরিত্র। সব ক্ষেত্রেই তাঁর অভিনয়ে ছিল স্বাভাবিকতা। তিনি কখনও অতিনাটকীয়তায় যাননি, বরং চরিত্রকে বাস্তবের কাছাকাছি রাখার চেষ্টা করেছেন। এই কারণেই দর্শক তাঁর অভিনয়ের সঙ্গে সহজেই নিজেকে যুক্ত করতে পেরেছেন। আরও পড়ুন: কলকাতার শীতে সুইজারল্যান্ডের ছোঁয়া! মোজা পরে ঘুম কোয়েল মল্লিকের, ফ্যানদের সতর্কবার্তা ধীরে ধীরে সিনেমাতেও তাঁর উপস্থিতি বাড়তে থাকে। বড় বাজেটের বাণিজ্যিক ছবির পাশাপাশি ছোট পরিসরের কনটেন্টনির্ভর ছবিতেও তিনি কাজ করেছেন। সুপ্রিয় দত্ত বিশ্বাস করেন, চরিত্রের গুরুত্বই আসল,পর্দায় উপস্থিতির দৈর্ঘ্য নয়। অনেক ছবিতে অল্প সময়ের উপস্থিতিতেই তিনি নিজের ছাপ রেখে যেতে পেরেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘খ্যাতিকে কখনো মাথায় উঠতে দিতে নেই। খ্যাতিকে পায়ের তলায় চেপে ধরে রাখতে হয়। খ্যাতি মাথায় উঠে গেলে মুশকিল। আরও পড়ুন: কনসার্ট বিতর্কে ফাটল? তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া নাকি আলাদা পথে!

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Jan 2026 1:49 pm

টেনেহিঁচড়ে, চ্যাংদোলা করে শতাব্দী, মহুয়াদের গাড়িতে তুলল পুলিশ, তারপরই…

বৃহস্পতিবার কলকাতায় আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি। তার রেশ পৌঁছল নয়াদিল্লিতে। শুক্রবার সাতসকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতরের বাইরে ধর্নায় বসেন তৃণমূলের আট সাংসদ। আর তৃণমূল সাংসদদের অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। পুলিশের সঙ্গে তৃণমূল সাংসদদের ধস্তাধস্তি বাধে। শতাব্দী রায়, মহুয়া মৈত্রদের টেনেহিঁচড়ে, চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তোলা হয়। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদরা। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মহুয়া মৈত্র বলেন, বিজেপিকে আমরা হারাবই। পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

টিভি 9 বাংলা 9 Jan 2026 1:45 pm

সক্রিয় ৩ নতুন ফল্ট লাইন, পুনো ক্ষত উসকে ১২ ঘণ্টায় ৯বার কেঁপে উঠল রাজকোট!

রিখটার স্কেলে প্রতিটি কম্পনই মাইক্রো অথবা মাইনর মাত্রার।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 1:41 pm

প্রশান্ত কিশোরের বাড়িতে অভিযান নয় কেন? আইপ্যাকে ইডি হানা নিয়ে প্রশ্ন তৃণমূলের

২০২০ সালে ২৭ নভেম্বর কয়লা পাচার মামলার তদন্তে নামে ইডি।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 1:36 pm

ED on Calcutta High Court: I-PAC-এ তল্লাশির ঘটনায় হাইকোর্টে CBI তদন্ত চাইল ED, যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর নামও

Calcutta High Court: ইডির বক্তব্য, তল্লাশি চালানোর সময় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন। যেভাবে তিনি ফাইল নিয়ে গিয়েছেন সেটাকে নজরের আওতায় নিয়ে আসা হোক। কোনও পুলিশের মারফত এটি সম্ভব নয়, তাই এক কেন্দ্রীয় এজেন্সি আর এক কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ হতে চাইছে।

টিভি 9 বাংলা 9 Jan 2026 1:35 pm

CM Mamata Banerjee’s FIR against ED |ইডি-র বিরুদ্ধে সরাসরি পুলিশের দ্বারস্থ মমতা, ‘নথি চুরির’ অভিযোগে দুই থানায় এফআইআর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আই-প্যাক (I-PAC) দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) অভিযানের পাল্টা হিসেবে নজিরবিহীন পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি এবং তাদের সঙ্গে থাকা সিআরপিএফ (CRPF) আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি চুরির অভিযোগ তুলে সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানা এবং শেক্সপিয়র সরণি থানায় দু’টি পৃথক এফআইআর (FIR) দায়ের করেছেন তিনি। […] The post CM Mamata Banerjee’s FIR against ED | ইডি-র বিরুদ্ধে সরাসরি পুলিশের দ্বারস্থ মমতা, ‘নথি চুরির’ অভিযোগে দুই থানায় এফআইআর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 9 Jan 2026 1:33 pm

Aamir Khan: 'পরিবারের সঙ্গে ঝগড়া করা...', ভাই ফয়সালের অভিযোগ নিয়ে এতদিনে সরব আমির

বলিউড তারকা আমির খান সম্প্রতি তার এবং ছোট ভাই ফয়সাল খানের দীর্ঘদিনের দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন। বহু বছর ধরেই তাদের ব্যক্তিগত বিরোধ, পারিবারিক কলহ এবং অভিযোগ- বিবাদ মিডিয়ায় আলোচনার কেন্দ্রে ছিল। এবার এক সাক্ষাৎকারে আমির প্রথমবারের মতো স্পষ্টভাবে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। সাক্ষাৎকারে আমির ফিরে দেখেন ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত মেলা ছবির ২৫ বছর পূর্তি। তিনি জানান, ছবিটি করেছিলেন মূলত ফয়সালের অভিনয় ক্যারিয়ার এগিয়ে দিতে। তার কথায়, “আমি শুধু ভাই হিসেবে সমর্থন দিতে চেয়েছিলাম।” কিন্তু ছবিটি বক্স অফিসে বড় ব্যর্থতা হয়েছিল, যা দুই ভাইয়ের জন্যই একটি মানসিক ধাক্কা তৈরি করেছিল। তবু আমির জোর দিয়ে বলেন, ফলাফল যাই হোক না কেন, তিনি ভালোবাসা থেকেই ফয়সালকে সাহায্য করেছিলেন। Tara-Veer: কনসার্ট বিতর্কে ফাটল? তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া নাকি আলাদা পথে! পারিবারিক কলহ প্রসঙ্গে আমির জানান, পরিবারের সঙ্গে দ্বন্দ্ব হওয়া অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন, “নিজের পরিবারের সঙ্গে ঝগড়া করা কীভাবে সম্ভব? কিন্তু কিছু ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।” তিনি স্বীকার করেন, সম্পর্কের ভাঙন তাকে কষ্ট দিয়েছে, তবে তিনি এখনও ফয়সালের জন্য শুভকামনা করেন। অন্যদিকে, ফয়সাল বছরের পর বছর ধরে প্রকাশ্যে আমির এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন। বিশেষ করে তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে মতবিরোধের বিষয়ে। যদিও আমির ও তার আত্মীয়রা, এসব অভিযোগ অস্বীকার করেছেন, তবু জনমত দুইভাগে বিভক্ত। কেউ ফয়সালের পক্ষে, আবার কেউ আমিরের সমর্থনে। আমিরের বক্তব্যে পরিষ্কার হয়েছে, যে তিনি ফয়সালের ক্যারিয়ারকে গতি দিতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তবে তার মতে, সাফল্য শুধুমাত্র পরিবারের সহায়তায় আসে না; প্রতিভা, সময় এবং ভাগ্যও বড় ভূমিকা রাখে। শেষ পর্যন্ত আমির জানান, সম্পর্কের জটিলতা থাকা সত্ত্বেও তিনি সবসময় তার ভাইয়ের মঙ্গল কামনা করেন এবং আশা করেন ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Jan 2026 1:25 pm

Hydrogen train: পরীক্ষায় পাশ, নতুন বছরের শুরুতেই কি চালু হচ্ছে হাইড্রোজেন ট্রেন?

India's first hydrogen-powered train: হাইড্রোজেন ট্রেনটি দেশেই তৈরি হয়েছে। এই ট্রেনে জার্মানি এবং চিনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।এই ট্রেনের দুটি পাওয়ার কারে রয়েছে মোট ২,৪০০ কিলোওয়াট শক্তি।জিন্দে নির্মিত একটি আধুনিক হাইড্রোজেন প্ল্যান্ট থেকে হাইড্রোজেন জোগান দেওয়া হবে এই ট্রেনে।

টিভি 9 বাংলা 9 Jan 2026 1:24 pm

ফের মন ভাঙল তারা সুতরিয়ার, কোন কারণে ব্রেকআপ হল বীর পাহাড়িয়ার সঙ্গে?

সেখানে পারফরম্যান্সের মাঝেই গায়ক-র‍্যাপার এপি ঢিলো তারাকে জড়িয়ে ধরেন এবং তাঁর গালে একটি চুম্বন (পেক) করেন। সমাজমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই দেখা যায়, তারার শরীরী ভাষায় কিছুটা অস্বস্তি ছিল। ঠিক সেই সময়ই দর্শকাসনে দাঁড়িয়ে বীর পাহাড়িয়ার অভিব্যক্তি নজর কাড়ে নেটিজেনদের।

টিভি 9 বাংলা 9 Jan 2026 1:23 pm

গ্রিনল্যান্ড নিয়ে চড়ছে পারদ, ‘ট্রাম্পের সেনা হামলা করলে পালটা গুলি চালাব’, হুঁশিয়ারি ডেনমার্কের

জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড অধিগ্রহণ প্রয়োজন বলে দাবি করেছেন ট্রাম্প।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 1:18 pm

কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বজয় অতীত! মহিলাদের প্রিমিয়ার লিগে নতুন যুদ্ধ শুরু স্মৃতি-হরমনপ্রীতদের

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স এবং স্মৃতি মন্ধানার রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 1:18 pm

প্রশ্নফাঁসে যোগীর উত্তরপ্রদেশে বাতিল অধ্যাপক নিয়োগের পরীক্ষা, কাঠগড়ায় সরকারি আধিকারিকরাই

গেরুয়া শিবিরের 'মডেল' রাজ্য উত্তরপ্রদেশেই এবার নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় গলদ।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 1:17 pm

Gujarat Earthquake: রাতে একবার, সকালে আটবার! ভূমিকম্পের জেরে জেলাজুড়ে দুলুনি!

Multiple Tremour in Gujarat: এরপর কয়েক মিনিটের ব্যবধানে সাতবার ভূমিকম্প। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৮টা বেজে ৩৪ মিনিট পর্যন্ত মোট ন'বার কম্পন অনুভব করল গুজরাটের বাসিন্দারা। যার সর্বোচ্চ কম্পন মাত্রা ছিল ৩.৮। সর্বনিম্ন ২.৭। কিন্তু আচমকা এই কম্পনের কারণ কী?

টিভি 9 বাংলা 9 Jan 2026 1:13 pm

Suvendu adhikari: “এবার বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর ব্যথাটা কোথায়? আই-প্যাকের বিষয়ে ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন শুভেন্দু

Suvendu adhikari: আই-প্যাক সংক্রান্ত অভিযানের সময় ঘটে যাওয়া ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির পক্ষ থেকে আদালতে দায়ের করা পিটিশনে জানানো হয়েছে, অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। প্রয়োজনে এফআইআর দায়েরের অনুমতি চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি, অভিযানের সময় মুখ্যমন্ত্রী যে ল্যাপটপ, মোবাইল ফোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে গিয়েছেন বলে ইডির দাবি, সেগুলি অবিলম্বে ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। ওই সমস্ত নথি ও ইলেকট্রনিক ডিভাইস থেকে যাতে কোনও তথ্য বা প্রমাণ নষ্ট না হয়, তা নিশ্চিত করার আর্জিও জানিয়েছে ইডি। IPAC raid Kolkata: আইপ্যাক তল্লাশিতে 'বাধা', ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ ED গতকালের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ইডির এই পদক্ষেপে এখন হাইকোর্টের পর্যবেক্ষণের দিকেই নজর রয়েছে দেশজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। এদিকে, ইডির আদালতে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইডির আদালতের দ্বারস্থ হওয়া একেবারেই সঠিক সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারীর দাবি, অভিযুক্তদের গ্রেফতার করতে সিবিআই তদন্ত চেয়েছে ইডি এবং যাদের ছবি ও নাম পিটিশনে উল্লেখ করা হয়েছে, তাদের সবাইকে মামলার পার্টি করা হয়েছে। তাঁর বক্তব্য, “যা কিছু হয়েছে, সবটাই সবার চোখের সামনেই হয়েছে।” কেন ইডির আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে নথি নিয়ে যেতে বাধা দেননি? এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, বাধা দিলে আধিকারিকদের উপর আক্রমণ হতে পারত। তাঁর অভিযোগ, গোটা ঘটনাটি এক ধরনের ‘গুণ্ডামি’, যেখানে পুলিশকে অসদ্ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তিনি আরও দাবি করেন, হাওলার মাধ্যমে টাকা গোয়ার নির্বাচনে ব্যাবহার হয়েছে হয়েছে এবং দিল্লির আফগারি দুর্নীতি মামলাতেও আই-প্যাক জড়িত ছিল। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন জল জীবন মিশনের রাজ্যে বরাত পেয়েছে এমন একটি সংস্থা কাকদ্বীপের অ্যাক্সিস ব্যাঙ্কে চেকের মাধ্যমে ২০২১ সালে নির্বাচনের আগে আইপ্যাকের অ্যাকাউন্টে ১৬ কোটি টাকা ট্রান্সফার করে। সাংবাদিকদের সামনে চেক নম্বরসহ নথি তুলে ধরে শুভেন্দু বলেন, “এবার বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর ব্যথাটা কোথায়? কেন তিনি তড়িঘড়ি প্রতীকের বাড়িতে ছুটে গিয়েছিলেন।” পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা! হেল্পলাইন চালু করলেন অভিষেক আই-প্যাক কাণ্ডের প্রসঙ্গে তিনি আরও বলেন, “বাংলার মানুষ দেখতে চেয়েছিল, এত বড় ঘটনার পর মুখ্যমন্ত্রী কি ভয় পেয়ে ইডি কার্যক্রমে বাধা দেবেন নাকি সংবিধান অনুযায়ী কাজ করবেন। আমি অত্যন্ত খুশি, আজ ইডি মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার আবেদন করেছে। ইডির এই পদক্ষেপ যথাযথ এবং বাংলার মানুষ কঠিন পদক্ষেপ চায়।” শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রীর এই আচরণ অনৈতিক ও অসাংবিধানিক। রাজীব কুমারের সময়েও এমন ঘটেছে, ফিরহাদ হাকিমদের সময়েও হয়েছে। এটা ওনার অভ্যাসে পরিণত হয়েছে।” পাশাপাশি তিনি রাজ্যের পুলিশ এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীকে অপব্যবহারের অভিযোগও তোলেন। মমতা বাঘের বাচ্চা, বিজেপি বেগুনের বাচ্চা! আটকের পর বিজেপিকে তুলোধোনা মহুয়া মৈত্রের

ইন্ডিয়ান এক্সপ্রেস 9 Jan 2026 1:13 pm

‘ভারতের দালাল’, বিশ্বকাপ নিয়ে সতর্ক করতেই তামিমকে বেনজির আক্রমণ বাংলাদেশ বোর্ডের!

নিজের দেশকে সাবধান করতে গিয়ে জুটল দেশদ্রোহী তকমা!

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 12:56 pm

মাদ্রাজ হাই কোর্টে বিজয়ী ‘জন নয়াগন’বিজয়, সেন্সরকে ছাড়পত্রের নির্দেশ, বানচাল বিজেপির ষড়যন্ত্র!

সেন্সরকে 'জন নয়াগন' ছবিটিকে ছাড়পত্র দেওয়ার নির্দেশ আদালতের।

সংবাদপ্রতিদিন 9 Jan 2026 12:54 pm