UNESCO |দীপাবলিতে ঐতিহ্যের আলো
নয়াদিল্লি: দুর্গাপুজোর পর দীপাবলি (Deepavali)। ভারতের সাংস্কৃতিক মুকুটে নতুন পালক। বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে চিহ্নিত করতে নয়াদিল্লিতে ইউনেসকো’র ইন্টার গভর্নমেন্টাল কমিটির ২০তম সম্মেলনে বুধবার ওই ঘোষণা হয়েছে (UNESCO)। ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া ওই সম্মেলন চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। আলোর উৎসব দীপাবলিকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। ইউনেসকো’র ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি বা মানবজাতির […] The post UNESCO | দীপাবলিতে ঐতিহ্যের আলো appeared first on Uttarbanga Sambad .
Mamata On SIR: কোচবিহারের পর আজ কৃষ্ণনগর! কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর, বঞ্চনার অভিযোগে সরব মমতা। কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, “রাস্তা তৈরির টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ। কেন্দ্র বাংলাকে কোনো অর্থ দিচ্ছে না। ১,৮৩,৩৮৪ কিলোমিটার রাস্তা ইতিমধ্যে তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে ভোটের নির্ঘন্ট প্রকাশ হবে। ১০০ দিনের টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে।” মুখ্যমন্ত্রীর দাবি, ১০০ দিনের কাজের বদলে রাজ্য ৭৫ দিনের কাজ করেছে এবং কর্মশ্রী প্রকল্পে ৭০ দিনের কাজ সম্পন্ন হয়েছে। আরও পড়ুন- মোদী হলেন 'বাজপেয়ী', বন্দে মাতরম হল 'বন্দে ভারত', ভুলে ভরা সংসদ, ঠাট্টার ছলে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের মমতার অভিযোগ, কেন্দ্র বাংলাকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করছে। তাঁর কথায়, “আমরা ভিক্ষা চাই না। ভালো কাজ করলেও বাংলাকে বঞ্চনা। চালাকির খেলা খেলছে কেন্দ্র।” তিনি আরও বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ছ’মাস ধরে কেন্দ্র নীরব ছিল। আমরা ভিক্ষা করে খাই না। ভালো কাজ করলেও বাংলাকে বঞ্চনা। চালাকির খেলা খেলছে কেন্দ্র। আরও পড়ুন- জানুয়ারিতে টানা ছুটি সরকারি কর্মীদের, নবান্নের বিরাট ঘোষণায় উল্লাস, ঝটপট করে ফেলুন 'হলিডে প্ল্যানিং' নদীয়ার উন্নয়ন নিয়ে তৃণমূল সুপ্রিমোর দাবি, তৃণমূল ক্ষমতায় আসার পরই জেলায় উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছে। হস্তশিল্পে নদীয়ার সুনাম, কৃষ্ণনগরে তৈরি হচ্ছে মসলিন তীর্থ। ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে কেন্দ্রকে আক্রমণ শানান মমতা। তিনি বলেন,কেন্দ্র চাইছে ওয়াকফ সম্পত্তি দখল করতে,ওয়াকফ সম্পত্তি আইন অনিযায়ী চলবে। “ধর্মের নামে দেশকে বিভাজন করছে বিজেপি।” কোনভাবেই তা বরদাস্ত করব না। মমতা অভিযোগ করেন, বিজেপি বাংলার মনিষীদের অপমান করছে। তিনি বলেন, “রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলা হচ্ছে, তাঁর মূর্তি ভাঙা হচ্ছে। বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিম দা’ বলে অপমান করা হচ্ছে,”। বিজেপির বিরুদ্ধে বিভাজনমূলক রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, “ধর্ম-বর্ণ-সম্প্রদায় নিয়ে ভাঙন ধরিয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি। শ্রীকৃষ্ণ বলেছেন ধর্ম মানে মানবতা, ভেদাভেদ নয়।” আরও পড়ুন- কে হবেন নরেন্দ্র মোদীর উত্তরসূরী? স্পষ্ট জবাব দিয়েই দিলেন মোহন ভাগবত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন মমতা। “ডিএম-বিএলওদের ভয় দেখানো হচ্ছে। দিল্লি থেকে খবরদারি চলছে। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না,” হুঁশিয়ারি দেন তিনি। কেন্দ্রীয় সংস্থা ব্যবহারের অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, এক চোখে তার দুর্যোধন এক আরেক চোখে দুঃশাসন।ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে হেনস্থার ঘটনায় তিনি বলেন, “এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। সেই ঘটনায় সকল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। কে আমিষ খাবে, কে নিরামিষ খাবে তা বিজেপি ঠিক করতে পারে না।” আরও পড়ুন- সব রেকর্ড ভেঙে দিল! ২ লাখ ছুঁইছুঁই রূপা, সোনার দামে ভূমিকম্প মমতার হুঁশিয়ারি, “সুস্থ বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর। আঘাত করলে প্রত্যাঘাত পেতেই হবে। বিজেপি গোল্লায় যাবে। ২০২৯-এর আগেই ক্ষমতাচ্যুত হবে বিজেপি।” বিহারের উদাহরণ টেনে মমতা বলেন, “বিহার পারেনি, বাংলা করে দেখাবে।” ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগানোর অভিযোগও তোলেন তিনি। নাগরিকত্ব ইস্যুতে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আমাকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা! আমি এখনও SIR-এর ফর্ম ফিল আপ করিনি। আমি দেশের নাগরিক কিনা সেটা কি ওই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করতে হবে? বিজেপি হ্যাংলা পার্টি। চাইছে বাংলা দখল করতে”। আরও পড়ুন- LIC-এর এই স্কিমের সামনে হার মানবে ব্যাঙ্কের FD-RD, ১৫০ টাকা সাশ্রয় করে গড়ে তুলুন লক্ষ লক্ষ টাকার বিরাট ফান্ড SIR নিয়ে কমিশন ও কেন্দ্রকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, বাংলায় এসআইআর হলেও মণিপুর, মিজোরাম, অসমে কেন এসআইআর নয়? এসআইআরের নামে বাংলার মা বোনেদের ভয় দেখাচ্ছে বিজেপি। চালাকির খেলা খেলছে কেন্দ্র। কমিশনকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ডিএমদের ভয় দেখাচ্ছো, বিএলও-দের ভয় দেখাচ্ছো। বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। ২০২৯-এর আগে বিজেপি ক্ষমতাচ্যুত হবে। গোল্লায় যাবে বিজেপি। দিল্লি থেকে কিছু লোক খবরদারি করছে, নির্বাচন কমিশনকে নিশানা মমতার। আরও পড়ুন- শেষ মুহূর্তে দেখে নিন BLO আপনার ফর্ম জমা করেছে তো? কত লক্ষ নাম বাদের সম্ভাবনা? তিনি আরও বলেন, ভোট এলেই ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের মধ্যে বিভাজন ধরিয়ে ভোট কেনার চেষ্টা করে বিজেপি। শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্ম মানে মানবতা, পবিত্রতা, শান্তি, ভেদাভেদ নয়। রামকৃষ্ণ কোনদিন বলে হিন্দু-মুসলমানে ভাগাভাগি করো। তাহলে আপনারা কে? ভোট করছে লুট আর বলছে ঝুট। একবার করল নোট বন্দী, এখন করছে ভোটবন্দী। আরও পড়ুন- পোস্ট অফিসের এই স্কিম আপনাকে 'মালামাল' করবে! সুদ হিসাবেই পাবেন ২,৫০,০০০ টাকা
শুল্কযুদ্ধে নয়া মোড়, ট্রাম্পকে ‘তুষ্ট’করতে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরেক দেশ
ভারত, চিন এবং অন্যান্য বেশ কয়েকটি এশীয় দেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক বসানো হয়েছে।
Glenary’s |চাপানউতোরে উত্তপ্ত গ্লেনারিজ
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: প্রতিহিংসামূলক রাজনীতি, নাকি অনিয়মের পানশালা- গ্লেনারিজ পানশালা বন্ধ করে দেওয়ার পিছনে কোনটা আসল কারণ, তা নিয়ে সরগরম পাহাড়। ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন গ্লেনারিজের (Glenary’s) মালিক, ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের আহ্বায়ক অজয় এডওয়ার্ড। অজয় এদিনও দাবি করেছেন, ‘গোর্খাল্যান্ড ব্রিজ তৈরি করার জন্যই আমার ব্যবসা বন্ধ করে দিয়ে আমাকে ক্ষতির মুখে ফেলার চক্রান্ত […] The post Glenary’s | চাপানউতোরে উত্তপ্ত গ্লেনারিজ appeared first on Uttarbanga Sambad .
‘স্বরাষ্ট্রমন্ত্রীর দু’চোখ ভয়ংকর’! শাহকে বিঁধে মমতার পরামর্শ, বিএসএফের ধারেকাছে যাবেন না
ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee: চিকেন প্যাটিস-কাণ্ডে “সব ক’টাকে গ্রেফতার করিয়েছি”, গর্জন মমতার
Mamata Banerjee in Krishnanagar: বাংলায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ অনেকটাই শেষ। যাদের তথ্য নিয়ে বিভ্রাট, তাঁদের শুনানির জন্য় ডাকবে বলেই জানিয়েছিল কমিশন। এখন তলব করেনি, তবে করলে তৃণমূল সেই সকল মানুষদের পাশে রয়েছে বলেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Lionel Messi GOAT Concert: মেসি ম্যাচে কারা খেলবেন মোহনবাগান দলে? জেনে নিন বিস্তারিত
Lionel Messi: হাতে আর বেশি সময় নেই। আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) কলকাতায় পা রাখছেন 'ঈশ্বরের বরপুত্র' লিওনেল মেসি। আগামী শনিবার অর্থাৎ ১৩ ডিসেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসবেন তিনি। এদিন মেসিকে সম্মান জানাতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হল মোহনবাগান (Mohun Bagan) অল ষ্টার বনাম ডায়মন্ড হারবার অল স্টার ম্যাচ। এই ম্যাচে কলকাতার একাধিক স্বনামধন্য ফুটবলারকে দেখতে পাওয়া যাবে। Lionel Messi: কলকাতায় মেসির জন্য 'বিশেষ চমক', অবাক হবেন ঈশ্বরের বরপুত্রও! চলছিল বিস্তর জল্পনা এই ম্যাচে মোহনবাগানের হয়ে কারা খেলতে নামবেন, তা নিয়ে বিগত কয়েক দিন ধরেই যথেষ্ট জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান হয়েছে। প্রকাশ্যে এসেছে সবুজ-মেরুন ব্রিগেডের পূর্ণাঙ্গ খেলোয়ার তালিকা। আসুন, এই তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। Lionel Messi Ticket: কবে-কোথায় পাবেন মেসিকে দেখার টিকিট? সামনে এল বড় খবর দেখে নিন তালিকা মোহনবাগানের এই দলে ১৪ ফুটবলারের নাম নির্বাচন করা হয়েছে। রয়েছেন হোসে রামিরেজ ব্যারেটো, সংগ্রাম মুখার্জি, শিল্টল পাল, দুলাল বিশ্বাস, কিংশুক দেবনাথ, রহিম নবি, লালকমল ভৌমিক, হাবিবুর রহমান, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, ডেনসন দেবদাস, বসুদেব মণ্ডল, দীপক মণ্ডল, গৌতম ঘোষ এবং অমিত দাস। এই দলকে কোচিং করাবেন মানস ভট্টাচার্য। Lionel Messi Unknown Story: কোনও রূপকথা নয়, মেসির ডেবিউ ম্যাচ ছিল বড় 'দুঃস্বপ্ন'! কারণটা জানেন? কোন ফরম্যাটে হবে খেলা? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মোট ৩০ মিনিটের ম্যাচ আয়োজন করা হচ্ছে। অর্থাৎ দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা হবে। আর মাঝখানে থাকবে পাঁচ মিনিটের বিরতি। Lionel Messi Record: সাধে কী বলেন ফুটবলের বাদশা! ভয়ঙ্কর রেকর্ডের মালিক লিওনেল মেসি সূত্রের খবর, সকাল সাড়ে সাতটায় ফুটবলাররা মোহনবাগান ক্লাবে জড়ো হবেন। সেখান থেকেই টিম বাসে চেপে তারা যাবেন বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে। তবে মেরিনার্স ব্রিগেডকে নেতৃত্ব কে দেবেন, সেই নাম এখনও পর্যন্ত জানা যায়নি।
কলকাতায় Messi, স্টেডিয়ামে যেতে পারছেন না! কোথায় স্বচক্ষে দেখবেন আর্জান্টাইন সুপারস্টারকে?
LM10 in Kolkata: ১৩ ডিসেম্বর রাত ১টায় কলকাতায় নামবেন মেসি। তাঁর সঙ্গে থাকবেন লুই সুয়ারেজ ও আর্জেন্টাইন তারিকা রদ্রিগো ডি’পল। ১৩ তারিখ সকাল ৯টা ৩০ থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত বাইপাসের ধারের একটি হোটেলে স্পনসরদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
বিস্মৃতির অন্ধকারে টলিউড স্টাইলিস্ট স্যান্ডি! ব্রেন টিবি কেন ফুসফুসের থেকেও ভয়াবহ?
জানুন বিশেষজ্ঞের মত।
‘সবকটাকে গ্রেপ্তার করেছি’, গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে ‘হেনস্তা’য় ক্ষুব্ধ মমতা
সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মমতা।
Anurag Thakur Slams TMC: এরপরেই সংসদে উপস্থিত সকল সাংসদদেরই সমঝে দেন অধ্যক্ষ ওম বিড়লা। সংসদীয় নীতি মেনে চলার নির্দেশ দেন তিনি। অধ্যক্ষ বলেন, 'আমাদের প্রত্যেককে সংসদীয় নীতি মেনে চলা উচিত। কিন্তু এরপরেও যদি কেউ সেই নীতি লঙ্ঘন করেন, তা হলে আমি কড়া পদক্ষেপ নেব।'
Salman khan: ব্যক্তিগত পরিচয়ের অপব্যবহার, কড়া পদক্ষেপ সালমান খানের
বলিউড সুপারস্টার সলমন খান, তাঁর ব্যক্তিত্ব ও প্রচারের অধিকার (personality and publicity rights) রক্ষার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার এই মামলার শুনানি নির্ধারিত হয়েছে। পিটিশনে সলমন দাবি করেছেন, তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর, সংলাপ, অঙ্গভঙ্গি, সাদৃশ্যসহ ব্যক্তিত্বের যেকোনো বৈশিষ্ট্য, অনুমতি ছাড়াই যেন ব্যবহার বন্ধ করা হয়, সেই প্রসঙ্গে আদালত যেন কঠোর নির্দেশ দেয়। ডিজিটাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ( AI ) –চালিত ভুয়ো কনটেন্টের বাড়বাড়ন্তে তাঁর পরিচয়ের অপব্যবহার যেভাবে বাড়ছে, তা রোধ করতেই তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন। গৌরবের সঙ্গে ব্রেকফাস্ট ডেট! গুঞ্জনের ইতি টানলেন করণের প্রাক্তন অভিযোগ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে একাধিক অনলাইন গ্রুপ, চ্যানেল ও ব্যক্তিগত প্ল্যাটফর্ম সলমনের পরিচয় বা কণ্ঠস্বর নকল করে ভিডিও, প্রচারমূলক বার্তা বা বাণিজ্যিক কনটেন্ট প্রকাশ করছে। এসবের ফলে, সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে, তাঁর ব্র্যান্ড ভ্যালু প্রভাবিত হতে পারে এবং ব্যক্তিগত–বাণিজ্যিক অধিকার হুমকির মুখে পড়তে পারে-এমনটাই বলা হয়েছে পিটিশনে। দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই, অনুরূপ মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গত কয়েক মাসে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, ঐশ্বর্য রাই, নাগার্জুন, অভিষেক বচ্চন এবং ডিজিটাল ক্রিয়েটর রাজ শামানির মতো নামী ব্যক্তিত্বরাও তাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের অপব্যবহারের বিরুদ্ধে আদালতের সুরক্ষা চেয়েছেন। বিভিন্ন রায়ে আদালত পরিষ্কার জানিয়েছে-ডিপফেক, এআই-জেনারেটেড ইম্পারসনেশন, ভুয়ো বিজ্ঞাপন বা ছদ্মবেশ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং এগুলি ব্যক্তির মর্যাদা, গোপনীয়তা ও প্রচারের অধিকার লঙ্ঘন করে। করণের সঙ্গে সম্পর্ক কেন ভাঙে? গৌরবের প্রেমে পড়তেই কৃতিকার বিচ্ছেদের গল্প ভাইরাল তবে পাশাপাশি আদালত স্পষ্ট করেছে, সংবাদ প্রতিবেদন, শৈল্পিক প্রকাশ বা জনস্বার্থ সম্পর্কিত মন্তব্য- যেগুলি গণতান্ত্রিক অধিকারের আওতায় পড়ে- সেগুলিকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা যাবে না। সলমন খানের নতুন পিটিশনটি এখন বলিউড তারকাদের ব্যক্তিত্বের অধিকার রক্ষার চলমান আইনি লড়াইকে আরও গুরুত্বপূর্ণ দিক দেখাতে চলেছে।
যাত্রী ভোগান্তির ক্ষতে মলম! ১০ হাজার টাকার বিপুল ‘ছাড়’ঘোষণা ইন্ডিগোর
গত সপ্তাহে হাজার হাজার উড়ান বাতিল করেছে ইন্ডিগো।
‘নিষিদ্ধ বিষয়েই সব সুখ’, আপেলে কামড় বসিয়ে কীসের ইঙ্গিত লাস্যময়ী জয়ার?
জয়ার নতুন লাস্যময়ী রূপে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ, এবার জুনিয়র বিশ্বকাপে ভারতকে পদক জেতালেন কোচ শ্রীজেশ
মাত্র ১৫ মিনিটে চার গোল দিয়ে আর্জেন্টিনাকে হারাল ভারতের যুব দল।
Income Tax Return: IT রিটার্নের রিফান্ড আসতে দেরি হচ্ছে! কী করবেন আপনি?
IT Return: সাধারণত, আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন হয়ে গেলে আয়কর দফতরের সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার বা CPC ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিয়ে দেয়। কিন্তু এবার প্রক্রিয়া বেশ কড়া হওয়ায় বেশি সময় লাগছে।
ভাঙনের যুগে দীর্ঘমেয়াদি হবে তো দাম্পত্য? বিয়ের আগে হাত দেখে বুঝে নিন নিজেই!
এখনই নিজের হাতের রেখা দেখুন।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করার অভিযোগে দুই বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছিল (Patties Seller Beaten)। এনিয়ে ময়দান থানায় অভিযোগও দায়ের করা হয়। অবশেষে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার (Arrested) করল পুলিশ। বিস্তারিত আসছে… The post Patties Seller Beaten | গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাদের মারধরের অভিযোগ! ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ appeared first on Uttarbanga Sambad .
দিলীপের প্রেমে বুঁদ মধুবালা, অভিমান দেখাতে গিয়ে এ কী করে বসেন নায়িকা?
কাছের মানুষ, মনের মানুষকে না পাওয়ার কষ্ট ছিল তাঁর বুকে। অভিনেত্রী যতটা সুন্দরী, ততটাই দক্ষতার সঙ্গে অভিনয় করে মন জয় করলেও সংসার মনের মতো হয়নি তাঁর। ১৯৬০ সালে গায়ক কিশোর কুমারের গলায় মালা গিয়েছিলেন পর্দার ‘আনারকলি’।
Golden Play Button পেলে, YouTube-এ মাসে কত টাকা আয় করে আয় করবেন?
YouTubers Earning: যখন কোনও চ্যানেল বৃদ্ধি হয়, সাবস্ক্রিপশন বাড়ে, ভিউজ হয়, তখন ইউটিউব ক্রিয়েটরস অ্যাওয়ার্ড দেয়। যখন চ্যানেলে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ সাবস্ক্রাইবরার হয়, তখন গোল্ডেন প্লে বাটন দেওয়া হয়। অনেকেই ভাবেন যে মিলিয়ন সাবস্ক্রাইবার হলে বা যত বেশি সাবস্ক্রাইবার হয়, তত টাকা পাওয়া যায়।
Swarupnagar News: আবার বাংলাদেশিরা জড়ো হচ্ছেন সীমান্তে, অপেক্ষা কাঁটাতার পেরনোর
তাঁদের অপেক্ষা আছে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফেরার জন্য, এরা সকলেই অবৈধভাবে ভারতে বসবাস করতেন বলে অভিযোগ। বিগত কয়েকদিনের পর আজও স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশি জড়ো হয়েছেন। সেই সংখ্যাটা ১০০-র আশেপাশে। সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার সুযোগের অপেক্ষায় তাঁরা।
Sandeshkhali: অর্জুনের মুখে ‘বড় মাথা’র কথা, বললেন ‘শাহজাহানের প্ল্যানিং নয়’
Arjun Singh: ভোলানাথ ঘোষকে খুনের চক্রান্ত করা হয়েছিল বলে দাবি করে অর্জুন সিং বলেন, শাহজাহানের কপাল খারাপ, তাই ভোলা বেঁচে গিয়েছেন। কারণ তিনি সিটবেল্ট পরেছিলেন। না হলে খুনের প্ল্যান সফল হত। কে পরিকল্পনা করেছে, সেই জল্পনার কথাও বলেছেন প্রাক্তন সাংসদ।
অটিজম সচেতনতার জন্য এবার অনবদ্য পদক্ষেপ ঋতুপর্ণা-প্রদ্যুতের
উস্তাদ বাদে গুলাম আলি খান ন্যাশনাল ফেস্টিভ্যাল ২০২৫-এর অষ্টম বর্ষেই থাকছে নয়া চমক। অভিনেত্রী ও নৃত্যশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বিখ্যাত সংগীতস্রষ্টা পণ্ডিত প্রদ্যুত মুখোপাধ্যায় অনন্য পরিবেশনা এই অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ হতে চলেছে।
বাড়িতে গঙ্গাজল রাখবেন কীভাবে? এই নিয়মগুলি না মানলে সংসার ছারখার!
পূজার্চনা-সহ নানা সময় গঙ্গাজল প্রয়োজনে লাগে।
বিছানা বড্ড একঘেয়ে? শীতে চেয়ারেই নানা কায়দায় জমে উঠুক শরীরী খেলা
সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে যৌনজীবনে বদল আনুন।
উচ্চ মাধ্যমিকে প্রশ্ন পড়তে ১০ মিনিট বাড়তি সময়, প্রস্তাব সংসদের
যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে বিকাশ ভবনের সবুজ সংকেত মিললেই।
‘অমিত শাহ ভীষণ চাপে ছিলেন, ওঁর হাত কাঁপছিল’! লোকসভায় বাকযুদ্ধ নিয়ে বললেন রাহুল
বুধবার লোকসভায় তুমুল বাকযুদ্ধে জড়িয়েছিলেন শাহ এবং রাহুল।
Indian post: ভারতের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে ডাক বিভাগ যাত্রা শুরু করেছে এক নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে—এর নাম ধ্রুব (DHRUVA)। এর পূর্ণরূপ হল ডিজিটাল হাব ফর রেফারেন্স অ্যান্ড ইউনিক ভার্চুয়াল অ্যাড্রেস (Digital Hub for Reference and Unique Virtual Address)। গোটা ব্যবস্থাটি খুব সাধারণভাবে বলতে গেলে ভারতের প্রতিটি ঠিকানাকে একটি নির্ভুল, একক এবং যাচাই করা ডিজিটাল পরিচয়ে রূপান্তরিত করবে। ঠিকানা ব্যবস্থাপনায় বহু অস্থিরতা যেভাবে সাধারণ মানুষের জীবনকে জটিল করে তোলে—কখনও ঠিকমতো ডেলিভারি না হওয়া, কখনও ভুল লোকেশন দেখানো, কখনও বাড়ির বর্ণনায় অসঙ্গতি—এসব সমস্যা কমিয়ে আনতেই এই নতুন উদ্যোগ। দীর্ঘদিন ধরে আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় ঠিকানার গুরুত্ব থাকলেও এর কোনও মান নির্ধারিত পদ্ধতি ছিল না। কারও বাড়ির বর্ণনায় গলির নাম থাকে, কারও বাড়িতে থাকে পাড়ার নাম, কারও ঠিকানা পাওয়া যায় কাছের কোনও স্কুল বা দোকানের নাম ধরে। ফলে ই-কমার্স হোক, অ্যাপ-ভিত্তিক পরিষেবা হোক, কুরিয়ার হোক কিংবা সরকারি সেবা—সব ক্ষেত্রেই সঠিকভাবে ঠিকানা খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিরাট পরিবর্তন ডাক বিভাগ এই সমস্যার সমাধানে তৈরি করেছে একটি ডিজিটাল 'লেবেল'—যা দেখতে অনেকটা ই-মেলের মতো। একজন ব্যবহারকারী নিজের ঠিকানাকে ডিজিটালভাবে ভেরিফাই করে একটি ইউনিক লেবেল তৈরি করতে পারবেন। এরপর কোনও পরিষেবা প্রদানকারী—যেমন অনলাইন শপ, কুরিয়ার কোম্পানি, ট্যাক্সি সার্ভিস, খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম ইত্যাদি—ব্যবহারকারীর সেই লেবেলে অনুরোধ পাঠাবে। ব্যবহারকারী অনুমতি দিলে প্রতিষ্ঠানটি পেয়ে যাবে দুটি তথ্য: ১) ব্যবহারকারীর বর্ণনামূলক ঠিকানা, ২) ব্যবহারকারীর অবস্থান-নির্ভর ডিজিপিন (DIGIPIN) আরও পড়ুন- তামিলনাড়ুর টেঙ্গুমারাহাদা গ্রাম, কেন এখানে প্রবেশের আগে অনুমতি দরকার হয়? সরকার ইতিমধ্যে ১০-সংখ্যার ডিজিটাল পিন কোড বা ডিজিপিনের ঘোষণা করেছে। এটি ব্যবহারকারীর বাড়ির সঠিক স্থানাঙ্ক ধরে তৈরি। ফলে ভুল ঠিকানায় ডেলিভারি, ভুল বাড়িতে নোটিস পাঠানো বা ভেরিফিকেশনের ঝামেলা অনেকটাই কমে যাবে। ডিএইচআরইউভিএ কেবলমাত্র লোকেশন নির্ধারণেই কাজ করবে না। এটি সরকারি সেবা প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সরকারি নথি পৌঁছে দেওয়া, বিভিন্ন ভেরিফিকেশন কাজকর্ম, জরুরি পরিষেবা, দুর্যোগের সময় সাহায্য—এই সব ক্ষেত্রেই সঠিক, যাচাইকৃত, ডিজিটাল ঠিকানা খুব দ্রুত ও কার্যকর উপায়ে কাজ করবে। আরও পড়ুন- ইন্ডিগো ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রী কী ক্ষতিপূরণ পাবেন? জানুন বিস্তারিত ডাক বিভাগ চাইছে এই প্ল্যাটফর্মটি এক প্রকার 'অ্যাড্রেস অ্যাজ অ্যা সার্ভিস' (Address-as-a-Service) হয়ে উঠুক। অর্থাৎ দেশের প্রতিটি প্রতিষ্ঠানের ঠিকানা যাচাইয়ের প্রয়োজন হলে তারা এই ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে পারবে। এতে সময় বাঁচবে, খরচ কমবে এবং ব্যবহারকারীর তথ্য সুরক্ষাও আরও মজবুত হবে। ঠিকানা কোনও উন্মুক্ত তথ্য নয়—ব্যবহারকারীর অনুমতি ছাড়া এটি কেউ পাবে না। ব্যবহারকারী নিজে নিয়ন্ত্রণ করতে পারবে কোন সংস্থাকে কত তথ্য দেওয়া যাবে। আরও পড়ুন- আন্তর্জাতিক মানবাধিকার দিবস, অশান্ত বিশ্বে এবারের স্লোগান কী? সরকারের ধারণা, এই পুরো ব্যবস্থাটি ভারতের ডিজিটাল জনপরিকাঠামোর একটি বড় স্তম্ভ হয়ে উঠবে। যেমন পরিচয় নির্ধারণে আধার বড় ভূমিকা রেখেছে, আর্থিক লেনদেনে বদল এনেছে ইউপিআই—তেমনই ঠিকানা ব্যবস্থাপনার বিপ্লব ঘটাতে পারে ডিএইচআরইউভিএ। আরও পড়ুন- ভারতে সবচেয়ে বেশি সার্চ হওয়া সেরা ১০ এআই ওয়েবসাইট, আপনিও কি এর কোনওটা ব্যবহার করেন? এই নতুন উদ্যোগের পাশাপাশি ডাক বিভাগ দেশের বিভিন্ন জায়গায় পরিকাঠামোগত পরিবর্তনও আনছে। এর মধ্যে অন্যতম হল নতুন প্রজন্মের দৃষ্টিতে পোস্ট অফিসকে আরও আধুনিক, সহজ, আরামদায়ক এবং সাংস্কৃতিক রঙে সাজানো। সম্প্রতি কেরলের কোট্টায়ামে একটি কলেজের ভিতরে নতুন ধরনের পোস্ট অফিস তৈরি হয়েছে যা সম্পূর্ণভাবে তরুণ প্রজন্মের ভাবনায় তৈরি। খোলা জায়গা, সামান্য আলো, কাঠের ডিজাইন, আর্টওয়ার্ক—সব মিলিয়ে এটি কোনও সাধারণ দফতর নয়, বরং মনে হয় যেন কোনও ক্যাফে বা সৃজনশীল কর্মশালা। When Gen Z design their own @IndiaPostOffice in the ‘City of Letters’, this is how it turns out…refreshing, creative & rooted in tradition. The Gen Z extension counter in Kerala’s CMS College, Kottayam brings together creativity, sustainability & modern service delivery in a… pic.twitter.com/WYMwuMyFZz — Jyotiraditya M. Scindia (@JM_Scindia) December 8, 2025 এই পোস্ট অফিসে বসার জায়গা, রঙিন প্রাচীরচিত্র, মুরাল, স্থানীয় সংস্কৃতির উপস্থিতি এবং আধুনিক পরিষেবার সন্নিবেশ—সব মিলিয়ে এটি প্রমাণ করেছে যে ভারতের ডাক পরিষেবা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের বদলে নিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে এই ধরনের পরিকাঠামো উন্নয়ন ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
Supreme Court: সেই সময় পর্যবেক্ষণে বিচারপতি বসু জানান, এসওপি তৈরিই করা হয় যাতে প্রত্যেকে সমানাধিকার পান। SOP কে মান্যতা না দিয়ে রাজ্য সংবিধানের ১৪ নম্বর ধারাকে(সমানাধিকার সংক্রান্ত ধারা)অমান্য করতে পারে না। তারপরই ডিভিশন পরিষ্কার জানিয়ে দেয়, অনিকেতকে পোস্টিং দিতে হবে আরজি করেই। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তাঁকে পাঠানো যাবে না।
ChatGPT, Gemini আপনার বন্ধু বা কাছের মানুষ নয়, এই সব জিনিস এখানে ভুলেও শেয়ার করবেন না!
Artificial Intelligence: বিশেষজ্ঞরা বলছেন, আমাদের এই নিরাপদ বোধ হওয়া আসলে একটা মারাত্মক বিভ্রম। কারণ, অনেক এমন তথ্য আমরা গল্পচ্ছলে এই এআই চ্যাটবটকে জানিয়ে ফেলি যা আসলে অন্য কাউকে জানানোর কথাই নয়। হয়তও আমার মাসিক উপার্জন কিম্বা আমার কোনও ব্যক্তিগত ছবি।
Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিম আপনাকে 'মালামাল' করবে! সুদ হিসাবেই পাবেন ২,৫০,০০০ টাকা
Post Office Scheme: আপনি যদি আপনার কষ্টের টাকা নিরাপদ ও সুরক্ষিত স্থানে বিনিয়োগ করতে চান সেই সঙ্গে ভালো রিটার্ন পেতে চান, তাহলে পোস্ট অফিসের স্মল সেভিংস সঞ্চয় স্কিম একটি চমৎকার বিকল্প। এর মধ্যে অন্যতম হলো পোস্ট অফিস রিকারিং ডিপোজিট (RD)। এই প্রকল্পে মাসে অল্প অল্প টাকা জমিয়ে গড়ে তোলা যেতে পারে বড় তহবিল। পাশাপাশি সরকারি গ্যারান্টি থাকায় আপনার এই টাকা থাকবে সম্পূর্ণ নিরাপদ। বর্তমানে RD-তে বার্ষিক ৬.৭% সুদের হার অফার করছে। আরও পড়ুন -LIC-এর এই স্কিমের সামনে হার মানবে ব্যাঙ্কের FD-RD, ১৫০ টাকা সাশ্রয় করে গড়ে তুলুন লক্ষ লক্ষ টাকার বিরাট ফান্ড পোস্ট অফিসের আরডি বিশেষভাবে তাদের জন্য যারা কম ঝুঁকির বিনিয়োগের সঙ্গে নিরাপদ রিটার্ন পেতে চান। উদাহরণ হিসাবে আপনি যদি আপনি প্রতি মাসে ৫,০০০ টাকা জমা করেন, তাহলে পাঁচ বছরের মধ্যে আপনার মোট বিনিয়োগ হবে ৩ লক্ষ টাকা। ৬.৭% সুদের হারে, এই সময়ে আনুমানিক ৫৬,৮৩০ টাকা কেবল আপনি পাবেন সুদ হিসাবে। এর ফলে পাঁচ বছর পর আপনার মোট তহবিল দাঁড়াবে ৩,৫৬,৮৩০ টাকা। আপনি চাইলে এই আরডি আরও পাঁচ বছর বাড়াতে পারেন। ১০ বছরের শেষে, আপনার মোট জমা হবে ৬ লক্ষ টাকা এবং সুদ হিসাবে পাবেন প্রায় ২,৫৪,২৭২ টাকা। এর ফলে ১০ বছর পর মোট তহবিল হবে ৮,৫৪,২৭২ টাকা। আরও পড়ুন- শেষ মুহূর্তে দেখে নিন BLO আপনার ফর্ম জমা করেছে তো? কত লক্ষ নাম বাদের সম্ভাবনা? এই স্কিমের একটি বড় সুবিধা হলো মাত্র ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। যেকোনো কাছাকাছি পোস্ট অফিসে সহজেই আরডি অ্যাকাউন্ট খোলা সম্ভব। এছাড়াও, যে কোন সময়ে অ্যাকউন্ট প্রয়োজনে বন্ধের সুবিধা রয়েছে। পোস্ট অফিস আরডি-র আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো লোন নেওয়ার সুবিধা। যদি আপনি কমপক্ষে এক বছর ধরে নিয়মিতভাবে আরডি অ্যাকাউন্ট চালান, তাহলে জমার পরিমাণের উপর ৫০% পর্যন্ত লোন নিতে পারবেন। এর জন্য আপনাকে জন্য কেবল ২% অতিরিক্ত সুদ দিতে হয়, যা বাজারের অন্যান্য সংস্থা ও ব্যাঙ্ক থেকে নেওয়া লোনের উপর সুদের হারের তুলনায় অনেক কম। আরও পড়ুন- সব রেকর্ড ভেঙে দিল! ২ লাখ ছুঁইছুঁই রূপা, সোনার দামে ভূমিকম্প
Jiban Singha |জীবনের হাতে ভোটের ঘুঁটি! রাজবংশী ভোটে নয়া সমীকরণ
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: উত্তরবঙ্গের শীত এখনও সেভাবে কুয়াশার পর্দা নামায়নি, কিন্তু রাজনৈতিক আবহাওয়ায় কুয়াশার ঘনত্ব যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে। ২০২৬-এর ভোট যত এগিয়ে আসছে, ততই জল্পনা গাঢ় হচ্ছে গুয়াহাটির এক অজ্ঞাত ঠিকানাকে ঘিরে। যেখানে নিরাপত্তাবলয়ের ভেতরে বসে কেএলও সুপ্রিমো জীবন সিংহ (Jiban Singha) ভোটের ঘুঁটি সাজাচ্ছেন; চেষ্টা করছেন নতুন সমীকরণ তৈরির। আর সেই সমীকরণের কেন্দ্রবিন্দুতে […] The post Jiban Singha | জীবনের হাতে ভোটের ঘুঁটি! রাজবংশী ভোটে নয়া সমীকরণ appeared first on Uttarbanga Sambad .
কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সন্তান, গোবিন্দা-সুনীতার জীবনের ভয়ানক রাত
ভাল মন্দ মিশিয়ে জীবনে শত যন্ত্রণা সহ্য করলেও মুখের হাসি কখনও ম্লান হয়নি তাঁর। জানেন কি এই দুঃসময় তাঁর জীবনে নতুন বা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, পরিবারে পরপর ১১ জনের মৃত্যু! সম্পূর্ণ তছনছ হয়ে যায় তাঁর জীবন। এর মধ্যে রয়েছে তাঁর কোলের সন্তানও। আর কারা? জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
RG Kar হাসপাতালেই পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে, নির্দেশ সুপ্রিম কোর্টের
নির্দেশ কার্যকর করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে ২ সপ্তাহ।
Sheikh Shajahan: ছেলের মৃত্যুর পরও কেন অভিযোগ দায়ের করলেন না এখনও? ভোলানাথের পরিবারের ভূমিকায় প্রশ্ন
Sheikh Shajahan: বুধবার বিকালের পর থেকেই পুলিশ প্রাথমিক ছানবিন শুরু করে দেন। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজাট থানার পুলিশ ও ফরেনসিক টিম। দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। ঘটনাস্থলের আশপাশে যেখানে ক্যামেরা লাগানো ছিল, সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
রাজ্যের মন্ত্রীর কর্মসূচীতে যোগ দেওয়ায় বেধড়ক মারের অভিযোগ, তৃণমূল কর্মীর মৃত্যুতে তোলপাড় বাংলা
রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর কর্মসূচিতে যোগ দেওয়ায় মার খেয়ে প্রাণ গেল এক প্রবীণ তৃণমূল কর্মীর। মৃতর নাম লাল্টু সিকদার(৭০)। বুকে সজোরে আঘাত করে এই প্রবীণ তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে দলেরই আর এক কর্মীর বিরুদ্ধে। আর তা নিয়েই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি থানার বড়পলাশন এলাকায়। লাল্টু সিকদারের মৃত্যুর জন্য তাঁর পরিবার দারু সেখ নামে এলাকার এক ব্যক্তিকে দায়ী করেছেন।জেলার পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন,পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। আরও পড়ুন- LIC-এর এই স্কিমের সামনে হার মানবে ব্যাঙ্কের FD-RD, ১৫০ টাকা সাশ্রয় করে গড়ে তুলুন লক্ষ লক্ষ টাকার বিরাট ফান্ড মৃত লাল্টু সিকদারের ছেলে হালিম সিকদার এবং মেয়ে জাহানারা বেগম জানিয়েছেন,’মঙ্গলবার সাতগেছিয়ায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বই মেলার অনুষ্ঠানে গিয়ে ছিলেন লাল্টু সিকদার। তা নিয়ে ওইদিন রাতেই তাঁর বাবার সঙ্গে এক প্রস্ত ঝামেলা হয়। লাল্টু সিকদারকে কটুক্তি করার অভিযোগ উঠে এলাকারই তৃণমূল কর্মী দারু সেখের বিরুদ্ধে। এরপর বুধবার সকালে ফের এলাকার চায়ের দোকানে লাল্টু সিকদারের সঙ্গে বচসা বাঁধে দারু সেখের।বচসা গড়ায় হাতাহাতিতে। ওই সময়ে দারু সেখ আচমকা লাল্টু সিকদারের বুকে ঘুঁষি মারে। তাতে মারাত্মক জখম হয়ে লাল্টু মাটিতে লুটিয়ে পড়ে। প্রতিবেশীরা দ্রুত তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসককে কাছে খবর দেয়।কিন্তু শেষ রক্ষা হয় নি। চিকিৎসক লাল্টু সিকদারকে মৃত বলে ঘোষণা করেন।মৃতের পরিবার সদস্যদের দাবি, দারু সেখ হলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর তথা মেমারি ২ নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি মহম্মদ ইসমাইলের অনুগামী। আরও পড়ুন- মোদী হলেন 'বাজপেয়ী', বন্দে মাতরম হল 'বন্দে ভারত', ভুলে ভরা সংসদ, ঠাট্টার ছলে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের এদিন লাল্টু সিকদারের মৃত্যুর ঘটনার পর মহম্মদ ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,'দু'জনেই আমার সঙ্গে দল করে।দু’জনের মধ্যে কোন মারপিট হয় নি।চায়ের দোকানে বচসা হয় দুজনের মধ্যে।ছয় মাস আগে লাল্টু সিকদারের হার্টের অপারেশন হয়েছিল'। যদিও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী এদিন জানিয়েছেন, ঘটনার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। এদিন সকালে এলাকার চায়ের দোকানে লাল্টু সিকদারের সঙ্গে কয়েকজনের বচসা শুরু হয়। বচসা চলাকালীন এক ব্যক্তি লাল্টু সিকদারের বুকে ঘুঁষি মারে। কিল, চড় মারে অপর আরো দুই ব্যক্তি। সেই মারধোরেই মৃত্যু কয়েক মাস আগে হার্টের অপারেশন হওয়া লাল্টু সিকদারের মৃত্যু হয়েছে বলে সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন। আরও পড়ুন- কে হবেন নরেন্দ্র মোদীর উত্তরসূরী? স্পষ্ট জবাব দিয়েই দিলেন মোহন ভাগবত একই সঙ্গে তিনি এও জানান,মৃত লাল্টু সিকদারের পরিবার এদিন সন্ধ্যায় ওই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। তাদের গ্রেফতার হওয়া সময়ের অপেক্ষা মাত্র বলে মন্ত্রী মশাই দাবি করেছেন।
মোদি-পুতিনের সেলফি মার্কিন কংগ্রেসে! ভারতকে রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্পই, দাবি ডেমোক্র্যাটদের
সম্প্রতি এক দিনের ভারত সফরে এসেছিলেন পুতিন। দিল্লির বিমানবন্দরে নামার পর মোদির সঙ্গে একই গাড়িতে করেই প্রধানমন্ত্রীর বাসভবনে যান তিনি।
বলিউডে বর্তমানে 'ধুরন্ধর' ছবিতে তার শক্তিশালী অভিনয়ের জন্য প্রশংসিত অক্ষয় খান্না। যদিও এই অভিনেতা, কখনোই নিজের ভেতরের দুর্বলতা লুকিয়ে রাখেননি। একটি পুরনো সাক্ষাৎকার আবারও মনে করিয়ে দিয়েছে, তাঁর সেই নির্মম সততার কথা- বিশেষ করে জীবনের এক কঠিন অধ্যায়, যখন কিশোর বয়সেই, তিনি তীব্র হারে চুল পড়ার সমস্যার মুখোমুখি হয়েছিলেন। মাত্র ১৯ বছর বয়সে, অকালে টাক হওয়া যে কোনও তরুণের জন্যই মানসিক ধাক্কা। আর চেহারাকেন্দ্রিক চলচ্চিত্র জগতে পা রাখতে চলা অক্ষয়ের কাছে বিষয়টি ছিল আরও কঠিন। অল্প বয়সে যখন আত্মবিশ্বাস একেবারেই কমে গিয়েছিল, তখন নিজের পরিচয় বদলে যাওয়ার অভিজ্ঞতা গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল তাঁকে। মিড-ডে-কে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি বলেন, “এত অল্প বয়সে যখন চুল পড়া শুরু হল, মনে হয়েছিল যেন কোনও পিয়ানোবাদক তার আঙুল হারিয়ে ফেলেছে। আপনি যতক্ষণ না এই পরিবর্তনকে মেনে নেন, ততক্ষণ এটি আপনাকে তাড়া করে।” করণের সঙ্গে সম্পর্ক কেন ভাঙে? গৌরবের প্রেমে পড়তেই কৃতিকার বিচ্ছেদের গল্প ভাইরাল তিনি বোঝানোর চেষ্টা করেন- এ ধরনের শারীরিক পরিবর্তন কেবল সৌন্দর্যের ব্যাপার নয়, বরং পরিচয়ের সঙ্গে যুক্ত। বার্ধক্য বা শারীরিক সীমাবদ্ধতার হঠাৎ আগমনও যে মানসিকভাবে মানুষকে বিপর্যস্ত করে দিতে পারে, তার উদাহরণ দিয়ে অক্ষয় বলেন, “যখন এক সকালে ওঠে দেখবেন হঠাৎ খালি চোখে লেখা পড়তে পারছেন না এবং চশমার দরকার হচ্ছে- ব্যাপারটা আপনাকে নাড়িয়ে দেবে। ঠিক সেরকমই।” একজন নতুন অভিনেতার জন্য চুল হারানো ছিল ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তারও বড় উৎস। তিনি বলেন, “আপনি যদি ক্রীড়াবিদ হন এবং হঠাৎ জানতে পারেন হাঁটুর অস্ত্রোপচার করতে হবে, এক-দু’ বছর ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। আমার ক্ষেত্রেও বিষয়টি তেমনই ছিল। একজন অভিনেতা হিসেবে আপনি কেমন দেখাচ্ছেন, তা খুব গুরুত্বপূর্ণ। Amitabh Bachchan: 'মা–ই পরিবার বাঁচিয়েছিলেন', গুরুতর আঘাতে যমে-মানুষে টানাটানি! বাবার যন্ত্রণা বুঝতে পারেননি অভিষেক? অক্ষয় অকপটভাবে স্বীকার করেন, এই অভিজ্ঞতার মানসিক চাপ গভীর ছিল। মুখের পরিবর্তন তাঁকে সবচেয়ে বেশি আঘাত করেছিল। তাঁর ভাষায়, শরীরের অনেক কিছু ঢেকে রাখা যায়, কিন্তু মুখ নয়। ১৯-২০ বছর বয়সে এটা ভয়ানক। মানসিকভাবে ধ্বংস করে দিতে পারে। একটি শিল্প যেখানে চেহারা সর্বেসর্বা- সেখানে অক্ষয়ের এই স্বীকারোক্তি শুধু তারুণ্যের চাপ না, বরং তাঁর নীরব স্থিতিস্থাপকতার গল্পও বলে। আজ যখন ধুরন্ধর-এ তাঁর অভিনয় তাঁকে আবারও আন্ডাররেটেড অথচ শক্তিশালী পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তখন এই পুরোনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল।
দুবাইয়ে শাহরুখের নামে বহুতল, প্রথমদিনেই নিঃশেষ ৫কোটির সব ফ্ল্যাট!
দুবাইয়ের বুকে আকাশচুম্বী বহুতল, যার নাম 'শাহরুখজ বাই দানিয়ুব'।
Gold-Silver Rate: রেকর্ড বাড়ল দাম, সোনার থেকেও বেশি দামি হয়ে যাবে রুপো? আজকের দর কত, দেখে নিন
Gold Price in Kolkata on 11 December 2025: চলতি বছরের শুরু থেকে সোনার দাম তো বাড়ছিলই। এবার সোনার দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও, হু হু করে বাড়ছে রুপোর দাম। এখন যাদের সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা, তাদের কত খরচ পড়বে?
RDSO, Hydrogen Train: আরডিএসও বা রিসার্চ, ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের মানদণ্ড মেনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই ট্রেন। এটি এই মুহূর্তে ব্রড গেজ লাইনে চলতে সক্ষম বিশ্বের দীর্ঘতম ও সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন। যাতে রয়েছে ১০টি কোচ ও এর ক্ষমতা ২৪০০ কিলোওয়াট।
Bankura: বাঁকুড়ায় ২০০জন মুসলিম যোগ দিলেন বিজেপিতে
West Bengal: গতকাল রাতে বাঁকুড়ার সার্কিট হাউস মোড়ে বিজেপির একটি দলীয় কর্মসূচি ছিল। সেখানে যোগ দিয়েছিলেন রাহুল সিনহা। বাঁকুড়া বিধানসভা এলাকার প্রায় ২০০ জন মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রাহুল। রাহুলের বক্তব্য, তৃণমূলে যে সকল লোকজন যোগদান করেন তাঁরা কেউই এলাকার বাসিন্দা নয়। রাজ্য নেতৃত্বকে দেখানোর উদ্দেশ্যই থাকে তাঁদের।
Hooghly BLO: অভিযোগ, দিন দুয়েক আগে শ্রীরামপুর মহকুমা শাসক দফতরে বিএলও-দের নিয়ে বৈঠকে চাঁপদানির বিএলওকে চড় মারেন AERO অভিজিৎ দাস। ওই বিএলও যে বুথে এসআইআর এর কাজ করেছেন, সেখানে কয়েকজন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি।নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নিখোঁজ ভোটারদের নামের তালিকা সংশ্লিষ্ট বুথের বিভিন্ন জায়গায় পাবলিক নোটিস আকারে ঝুলিয়ে দেন বিএলও।
Aniket Mahato |অনিকেত মাহাতোর পোস্টিং হবে আরজি করেই! হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় ধাক্কা রাজ্য সরকারের! আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোর (Aniket Mahato) পোস্টিং মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অর্থাৎ রায়গঞ্জ নয়, অনিকেতকে আরজি কর হাসপাতালেই পোস্টিং (Posting) দিতে হবে। বিস্তারিত আসছে… The post Aniket Mahato | অনিকেত মাহাতোর পোস্টিং হবে আরজি করেই! হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট appeared first on Uttarbanga Sambad .
LIC Scheme: দেশের বৃহত্তম বীমা প্রতিষ্ঠান ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (LIC) নিয়ে এসেছে সেরার সেরা বিশেষ একটি প্ল্যান যেখানে মাত্র ১৫০ টাকা করে জমায় আপনি তৈরি করতে পারবেন ১৯ লক্ষ টাকার বিরাট তহবিল। আরও পড়ুন- সব রেকর্ড ভেঙে দিল! ২ লাখ ছুঁইছুঁই রূপা, সোনার দামে ভূমিকম্প শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য প্রতিনিয়ত নিত্য-নতুন প্ল্যান নিয়ে আসছে LIC । সম্প্রতি LIC এমন একটি নতুন স্কিম ঘোষণা করেছে যেটি হার মানাবে ব্যাংকের FD ও RDকে। বিশেষ করে যারা সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত তাদের জন্য এলআইসি-র এই প্ল্যানে একেবারে পারফেক্ট। LIC-এর এই নতুন “চিলড্রেন মানি ব্যাক প্ল্যান”-এর মাধ্যমে প্রতিদিন মাত্র ১৫০ টাকা বিনিয়োগ করলেই ২৫ বছরের মধ্যে প্রায় ১৯ লক্ষ টাকা তহবিল তৈরি করা সম্ভব। এই প্ল্যানটি ০ থেকে ১২ বছরের মধ্যে বয়সি শিশুদের নামে শুরু করা যেতে পারে। স্কিম অনুসারে আপনি যদি প্রতিদিন মাত্র ১৫০ টাকা বিনিয়োগ করেন তাহলে মাসে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৪,৫০০ টাকা। বছরের হিসাবে প্রিমিয়াম দাঁড়ায় ৫৫,০০০ টাকা। প্রায় ২৫ বছরের পরে সুদ এবং বোনাস সহ পাবেন ১৯ লক্ষ টাকা। আরও পড়ুন- কে হবেন নরেন্দ্র মোদীর উত্তরসূরী? স্পষ্ট জবাব দিয়েই দিলেন মোহন ভাগবত এই পরিকল্পনার অধীনে, আপনার সন্তানের বয়স যখন ১৮, ২০, ২২ এবং ২৫ বছর হবে, তখন বিনিয়োগের অংশ ফেরত পাবেন। পরিকল্পনা অনুযায়ী, ১৮ থেকে ২২ বছর বয়সের মধ্যে ২০% টাকা ফেরত পাবেন এবং বাকি ৪০% ২৫ বছর বয়সে। সন্তানের বয়স ২৫ বছরে পৌঁছালে, বোনাসসহ বীমাকৃত অর্থ আপনার হাতে আসবে। LIC-এর চিলড্রেন মানি ব্যাক প্ল্যানের সর্বনিম্ন বিনিয়োগ ১ লক্ষ। তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। এই পরিকল্পনার মেয়াদপূর্তির সময়কাল ২৫ বছর। প্রতিদিন সামান্য বিনিয়োগ করলেই দীর্ঘমেয়াদে সন্তানের ভবিষ্যতের জন্য বড় তহবিল তৈরি সম্ভব। আরও পড়ুন- মোদী হলেন 'বাজপেয়ী', বন্দে মাতরম হল 'বন্দে ভারত', ভুলে ভরা সংসদ, ঠাট্টার ছলে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের
প্রেমের সম্পর্ক থাকলেও যৌনতায় সম্মতি দিতে পারে না নাবালিকা, পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের
২০১৭ সালের একটি মামলায় এমন পর্যবেক্ষণ আদালতের।
UN |আফগান নাগরিকদের উপর হামলা যুদ্ধাপরাধ! রাষ্ট্রসংঘে পাকিস্তানের নিন্দায় সরব ভারত
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে (Afghanistan) সম্প্রতি হামলা চালিয়েছিল পাকিস্তান (Pakistan)। তাতে মহিলা, শিশু সহ সাধারণ নাগরিকরা নিহত হয়েছিলেন। এবার এই হামলার তীব্র নিন্দা করে রাষ্ট্রসংঘে (UN) পাকিস্তানকে নিশানা করল ভারত। এটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে। কয়েক মাস আগে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। […] The post UN | আফগান নাগরিকদের উপর হামলা যুদ্ধাপরাধ! রাষ্ট্রসংঘে পাকিস্তানের নিন্দায় সরব ভারত appeared first on Uttarbanga Sambad .
Mamata Banerjee: মমতার সভায় ডাক পাননি মানিক, কার্ড পৌঁছয়নি ‘মহুয়া-বিরোধী’ নেতা-নেত্রীর কাছেও
Mamata Banerjee at Nadia: বৃহস্পতিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দুপুর ১২টায় জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর। জেলার উন্নয়নের বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করে সভার ঠিক আগেই জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই সভাতেই জেলার কয়েকজন শীর্ষস্তরের নেতা-নেত্রীর নাম না থাকায়, স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে।
Indian Cricket Team : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ BCCI খুব শীঘ্রই ২০২৫-২৬ মরশুমের জন্য সেন্ট্রাল কনট্র্যাক্ট তালিকা প্রকাশ করতে চলেছে। টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) আপাতত ওয়ানডে ক্রিকেটেই ফোকাস করেছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, গত বছরের মতো এবারও কি বিরাট এবং রোহিতকে A+ ক্যাটেগরিতে রাখা হবে? বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, এই বছর নাকি বিরাট কোহলি এবং রোহিত শর্মার ডিমোশন হতে পারে। অন্য়দিকে, পদোন্নতির চৌকাঠে দাঁড়িয়ে রয়েছেন টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। Rohit Sharma and Virat Kohli: ফের কবে ২২ গজে দেখা যাবে রোহিত-বিরাটকে? এখনই নোট করে নিন তারিখ এই দিনই হবে বিরাট-রোহিতের ভাগ্য নির্ধারণ ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, BCCI তাদের আগামী সেন্ট্রাল কনট্র্যাক্টে শুভমান গিলকে A+ ক্যাটেগরিতে প্রোমোট করতে পারে। অন্যদিকে, এই তালিকায় অবনমন ঘটতে পারে বিরাট কোহলি এবং রোহিত শর্মার। এই সিদ্ধান্তটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠকেই গ্রহণ করা হতে পারে। ভারতীয় ক্রিকেট দল বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলছে। আগামী ১৯ ডিসেম্বর শেষ হবে এই সিরিজ। Virat Kohli vs Gautam Gambhir: বিরাট-গম্ভীরের সম্পর্ক ঠিক আছে তো? ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা তুঙ্গে শোনা যাচ্ছে, এই সিরিজ শেষ হওয়ার পর আগামী ২২ ডিসেম্বর BCCI তাদের বার্ষিক সাধারণ (AGM) আয়োজন করতে পারে। সেখানেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে এই চুক্তি তালিকায় বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে রাখা হবে কি না। ভারতের এই ২ ব্যাটিং মহারথীই টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে তাঁরা শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট খেলছেন। Virat Kohli Viral Video: বিরাটের প্রশংসা করতে গিয়ে নিজেই 'ট্রোলড' আর্শদীপ, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ভাইরাল ভিডিও A+ ক্যাটেগরিতে বিরাট-রোহিত সমেত ৪ ক্রিকেটার গত বছর BCCI যে সেন্ট্রাল কনট্র্যাক্ট তালিকা প্রকাশ করেছিল, সেখানে A+ ক্যাটেগরিতে মাত্র ৪ ক্রিকেটারকেই রাখা হয়েছিল। সেখানে নাম ছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছাড়াও জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার। এই ক্যাটেগরির ক্রিকেটাররা বছরে বিসিসিআই-এর থেকে ৭ কোটি টাকা করে উপার্জন করেন। অন্যদিকে A ক্যাটেগরির ক্রিকেটাররা বছরে ৫ কোটি, B ক্যাটেগরির ক্রিকেটাররা বছরে ৩ কোটি এবং C ক্যাটেগরির ক্রিকেটাররা বছরে ১ কোটি টাকা করে উপার্জন করে থাকেন। Virat Kohli: 'নেগেটিভ চিন্তাভাবনা থেকে...', ভারতকে জিতিয়ে কাকে ঠুকলেন বিরাট? আপাতত শুভমান গিল A ক্যাটেগরিতে রয়েছেন। বোর্ডের থেকে তিনি বছরে ৫ কোটি টাকা করে উপার্জন করেন। যেহেতু বর্তমানে তিনি টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন, সেকারণে তাঁর প্রোমোশন নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। A গ্রেড: মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি, ঋষভ পন্থ। B গ্রেড: সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার। C গ্রেড: রিঙ্কু সিং, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ইশান কিষান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।
Gold Price Today; 11 Dec 2025 Gold Rates: ১১ ডিসেম্বর সকালে দেশের বাজারে সোনার দাম বাড়ছে। রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১৩০,৪৭০ টাকায় পৌঁছেছে। মুম্বইতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ঠেকেছে ১৩০,৩২০ টাকায়। বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভ এ বছরের প্রথমবারের মতো সুদের হার ০.২৫ শতাংশ কমিয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার স্পট মূল্য প্রতি আউন্স ৪২০১.৭০ ডলার। আসুন জেনে নেওয়া যাক দেশের প্রধান শহরে আজকের সোনার দাম... আরও পড়ুন- মোদী হলেন 'বাজপেয়ী', বন্দে মাতরম হল 'বন্দে ভারত', ভুলে ভরা সংসদ, ঠাট্টার ছলে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের মুম্বই, চেন্নাই এবং কলকাতা বর্তমানে মুম্বই, চেন্নাই এবং কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১১৯৪৬০ টাকা, যেখানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১৩০৩২০ টাকা। পুনে এবং বেঙ্গালুরুতে দাম এই দুটি শহরে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১৩০৩২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১১৯২৯০ টাকা। চলতি বছর এখন পর্যন্ত দেশীয় বাজারে সোনার দাম ৬৭% বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ২০২৬ সালে সোনার দাম আরও ৫% থেকে ১৬% বৃদ্ধি পেতে পারে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম এ বছর এখন পর্যন্ত প্রায় ৬০% বৃদ্ধি পেয়েছে (লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন)। রূপার দাম সোনার মতো, রূপার দামও ১১ ডিসেম্বর বেড়েছে। প্রতি কিলোগ্রামে দাম পৌঁছেছে ১৯৯,১০০ টাকায়। এ বছর এখন পর্যন্ত রূপার দাম ১১৪ শতাংশ বেড়েছে। বিদেশী বাজারে রূপার স্পট মূল্য প্রতি আউন্স ৬১.৬০ ডলার। আরও পড়ুন- কে হবেন নরেন্দ্র মোদীর উত্তরসূরী? স্পষ্ট জবাব দিয়েই দিলেন মোহন ভাগবত আজ মেট্রো শহরগুলিতে সোনার দাম কত? দিল্লিতে, ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১,৩০,৪৬০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১,১৯,৬১০ টাকা। মুম্বইতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৩০,৩১০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,১৯,৪৬০ টাকায় দাঁড়িয়েছে। কলকাতায়, ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০গ্রাম ১,৩০,৩২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১,১৯,৬১০ টাকা। চেন্নাইতে, ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১,৩১,২৫০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১,২০,৩১০ টাকা। বেঙ্গালুরুতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৩০,৩২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,১৯,৬১০ টাকায় দাঁড়িয়েছে। হায়দ্রাবাদে, ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১,৩০,৩২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১,১৯,৬১০ টাকা। আরও পড়ুন- শেষ মুহূর্তে দেখে নিন BLO আপনার ফর্ম জমা করেছে তো? কত লক্ষ নাম বাদের সম্ভাবনা?
ভালো ফর্মে থেকেও বোর্ডের রোষানলে, একধাক্কায় ২ কোটি টাকা বেতন কমছে বিরাট-রোহিতের!
দক্ষিণ আফ্রিকা সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন বিরাট।
Entertainment Latest Live News Updates: অমিতাভ গুরুতর চোট পেতেই কী করেছিলেন জয়া?
বলিউডের ইতিহাসে, অমিতাভ বচ্চনের কেরিয়ার যেমন সাফল্যে ভরপুর, তেমনই কিছু দুঃসহ অধ্যায়ও রয়েছে, যা আজও তাঁর পরিবারকে বেদনাতুর করে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ১৯৮২ সালের কুলি দুর্ঘটনা, যেখানে সহ-অভিনেতা পুনিত ইসারের সঙ্গে, একটি স্টান্ট দৃশ্য শুট করতে গিয়ে গুরুতরভাবে আহত হন বিগ বি। এই ঘটনা শুধু চলচ্চিত্র জগতকেই নাড়া দেয়নি, উদ্বেগে ফেলে দিয়েছিল পুরো দেশকে। সম্প্রতি অভিনেতা অভিষেক বচ্চন সেই অন্ধকার সময়ের স্মৃতিচারণ করলেন। এবং জানালেন কীভাবে তাদের পরিবার, সে সময়ের মানসিকভাবে মোকাবিলা করেছিল।
বেগুন তোলা নিয়ে বচসা! সাতসকালে মুর্শিদাবাদে ভাই ও ভাইপোর হাতে ‘খুন’প্রৌঢ়
অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
Money Dream Meaning: রাতের ঘুমের মধ্যে আমরা যে সব স্বপ্ন দেখি, তার পিছনে অনেক সময়ই লুকিয়ে থাকে অবচেতন মনের ইঙ্গিত, আবার কখনও থাকে জ্যোতিষশাস্ত্রে বর্ণিত কিছু সংকেত। বিশেষ করে টাকা সংক্রান্ত স্বপ্ন—যেমন টাকা পাওয়া, টাকা হারানো, টাকা চুরি হওয়া, কারও থেকে টাকা নেওয়া বা আশপাশে নোট ছড়িয়ে পড়ে থাকা—এসব দৃশ্য মানুষের দৈনন্দিন চিন্তা, ভয়, আশা ও ভবিষ্যৎ ইঙ্গিতের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই স্বপ্নে টাকা দেখলে তা কখনও শুভ আবার কখনও অশুভ বার্তা বহন করতে পারে। বেশিরভাগ মানুষই রাতের অন্ধকারে এই ধরনের স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে বারবার টাকা চুরি যাওয়ার স্বপ্ন দেখলে মনে ভয় ধরাই স্বাভাবিক। তবে জ্যোতিষ বলে, এই স্বপ্নের পিছনে লুকিয়ে থাকে এমন গুরুত্বপূর্ণ সংকেত যা আপনার ভবিষ্যৎ, মনোভাব ও জীবনের কিছু ঘটনা সম্পর্কে ধারণা দেয়। শুভ লক্ষণ স্বপ্নে টাকা পাওয়া সাধারণত শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। যদি দেখেন যে আপনি হঠাৎ কোথাও টাকা খুঁজে পেয়েছেন, তাহলে তার অর্থ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন ধরে যেসব কাজ নিয়ে দ্বিধায় ছিলেন, সেগুলিতে আপনি এখন নিজের ক্ষমতা বিশ্বাস করতে শুরু করেছেন। নিজের যোগ্যতা সম্পর্কে নতুন উপলব্ধি তৈরি হচ্ছে। তাই অবচেতন মন অর্থলাভের চিত্র তৈরি করে। এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনেরও ইঙ্গিত দেয়। আরও পড়ুন- কুদৃষ্টি কাটাতে ধুনোর সঙ্গে মেশান 'জাদুকরি' কয়েকটি জিনিস, দূর হবে কালো ছায়া! অনেকেই আবার স্বপ্নে টাকা হারাতে দেখেন। বাস্তবে অর্থহানির ভয় যেমন মানুষকে দুশ্চিন্তায় ফেলে, ঠিক তেমনি ঘুমের মধ্যে এই স্বপ্ন দেখলে মনে আতঙ্ক তৈরি হয়। তবে জ্যোতিষ শাস্ত্র বলছে, টাকা হারানোর স্বপ্ন সবসময় অশুভ নয়। এটি আপনার হীনম্মন্যতা বা আত্মবিশ্বাসের অভাবের পরিচায়ক। জীবনে কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তা, বিশেষ করে আর্থিক নিরাপত্তা নিয়ে ভয় থাকলে অবচেতন মন সেই চিন্তাকে ছবির মতো তুলে ধরে। এতে বাস্তবে অর্থহানির ইঙ্গিত থাকে না; বরং মানসিক চাপের প্রতিফলন স্পষ্ট হয়। আরও পড়ুন- আজ ১১ ডিসেম্বর, কী আছে ভাগ্যে? দেখুন রাশিফল স্বপ্নে কখনও চারপাশে নোট ছড়িয়ে থাকতে দেখা যায়। এই স্বপ্নটি শুভ নয় বলে মনে করেন জ্যোতিষীরা। প্রচুর টাকার উপস্থিতি অনেক সময় অর্থহানির সংকেত দেয়। এর অর্থ ভবিষ্যতে কোনও বড় ব্যয় বা অপ্রত্যাশিত ক্ষতি আসতে পারে। তাই এই ধরনের স্বপ্ন দেখলে সচেতন হওয়া দরকার, খরচে সংযম আনা উচিত। আরও পড়ুন- বিবাহিত জীবনের অন্যতম আকর্ষণ গন্ধ, জানুন কীভাবে আপনার পোশাক থেকে সুগন্ধ বের হবে! অন্যের কাছ থেকে টাকা নেওয়ার স্বপ্ন সাধারণত শুভ মনে করা হয়। এটি ইঙ্গিত দেয় যে খুব শিগগিরই আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। অর্থভাগ্য মজবুত হবে এবং অপ্রত্যাশিত কোনও উপায়ে টাকা আসতে পারে। এই স্বপ্ন আপনার জীবনে নতুন সুযোগেরও প্রতীক। আরও পড়ুন- সমস্ত বাধা পেরিয়েও লক্ষ্যপূরণ করে এই ৪ রাশি, হোঁচট খেলেও থেমে থাকে না! আপনিও কি এই দলে? অনেকেই ভয় পান স্বপ্নে যখন দেখেন কেউ তাদের টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। বাস্তবে এটি ভয় পাওয়ার মতো বিষয় হলেও স্বপ্নের ক্ষেত্রে এর ব্যাখ্যা সম্পূর্ণ ভিন্ন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, টাকা চুরি হওয়ার স্বপ্ন শুভ এবং ইতিবাচক। এটি নির্দেশ করে যে আপনার জীবনে আটকে থাকা কাজগুলো একে একে সম্পন্ন হবে। দীর্ঘদিন ধরে যে বাধা বা বিলম্বে ভুগছিলেন, তা শীঘ্রই দূর হবে। এমনকী হঠাৎ অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। তাই এই স্বপ্ন দেখে ভয় পাওয়ার কারণ নেই, বরং এটি শুভ বার্তাই দেয়। টাকার ওপর মানুষের মানসিক নির্ভরতা এতটাই বেশি যে স্বপ্নেও আমরা অর্থ সম্পর্কিত নানা চিত্র দেখি। জ্যোতিষী এবং মনস্তত্ত্ববিদরা বলছেন, স্বপ্নের এই বার্তা আমাদের বাস্তব জীবনের সিদ্ধান্ত, ভবিষ্যৎ চলার পথ এবং মানসিক অবস্থার কিছু গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট করে দেয়। তাই টাকা সংক্রান্ত কোনও স্বপ্নকে অবহেলা না করে, বরং তার ইঙ্গিত বুঝে নেওয়াই ভালো।
US President Donald Trump: এই গোল্ড কার্ড বাতিল করবে ইবি-৫ ভিসাকে, যা ১৯৯০ সালে মার্কিন কংগ্রেস তৈরি করেছিল বিদেশি বিনিয়োগ আনতে। ট্রাম্পের দাবি, গোল্ড কার্ডের দৌলতে এবার আমেরিকায় শুধু দক্ষ কর্মীরাই আসবে। আবার গোল্ড কার্ডের ফি বাবদ সরকারের লাভও হবে। প্রথমে ৫ মিলিয়ন ডলারের দর হাঁকলেও, পরে তা ১ মিলিয়ন ও ২ মিলিয়ন ডলারে ধার্য করা হয়েছে।
BCCI |নতুন করে ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তির পথে বিসিসিআই
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে বেশ ভালো ছন্দে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু তাঁরা এখন শুধু একদিনের ক্রিকেট খেলছেন। তাই বিসিসিআই (BCCI) এখন তাঁদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি (Central Agreement) নিয়ে নতুন করে ভাবছে। অন্যদিকে বোর্ডের চুক্তিতে আরও ওপরের দিকে আসতে পারেন শুভমন গিল। তাঁকে A+ ক্যাটাগোরিতে নিয়ে আসা হতে পারে। বাড়তে পারে মহিলাদের […] The post BCCI | নতুন করে ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তির পথে বিসিসিআই appeared first on Uttarbanga Sambad .
Sandeshkhali: এখনও দায়ের হয়নি অভিযোগ, শাহজাহানের সাক্ষ্যের গাড়ি দুর্ঘটনায় কী পদক্ষেপ পুলিশের?
Sandeshkhali: পুলিশ চাইছে, নিহতদের পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছএ। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে এগোতে চায় বসিরহাট পুলিশ জেলা। ভোলানাথ ঘোষকে অভিযোগ করতে বলে ফোন পুলিশ কর্তার।
‘পুরুষতন্ত্র আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে…’, কেন একথা বললেন নুসরত?
হিন্দি ছবিতে উগ্র পৌরুষ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নুসরত ভারুচা।
Intermittent Fasting: ইন্টারমিটেন্ট ফাস্টিং কি সত্যিই ওজন কমায়? নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য!
Intermittent Fasting: ইন্টারমিটেন্ট ফাস্টিং বা ইন্টারমিটেন্ট টাইম–রেস্ট্রিকটেড খাওয়ার নিয়ম এখন ওজন কমানোর জগতে একটি পরিচিত শব্দ। ব্যস্ত জীবনে প্রতিদিন খাবারের ক্যালোরি গোনা বা একটি নির্দিষ্ট ডায়েট পরিকল্পনায় আটকে থাকা অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেখানে ইন্টারমিটেন্ট ফাস্টিং অনুযায়ী দিনের নির্দিষ্ট কয়েক ঘণ্টায় খাবার খেলেই যথেষ্ট। বাকি সময় শরীর থাকবে খালি পেটে, এবং সেই ফাস্টিং সময়টুকুই শরীরের বিপাকক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। এজন্য এই পদ্ধতি এত জনপ্রিয়। ইন্টারমিটেন্ট ফাস্টিং মূলত আমাদের শরীরের স্বাভাবিক ঘুম–জাগরণ চক্র বা সারকাডিয়ান রিদম–এর সঙ্গে সমন্বয় করে চলে। সাধারণভাবে দিনের বেলায় শরীর খাবার হজমে সক্রিয় থাকে এবং রাতে বিপাকক্রিয়া অনেক ধীর হয়ে আসে। কিন্তু আধুনিক জীবনে কৃত্রিম আলো, রাত জাগা, দেরি করে খাওয়া এবং অনিয়মিত ঘুম–জাগার ফলে শরীরের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায়। ফলে ওজন বাড়া, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং প্রদাহের মতো সমস্যা দেখা দেয়। ইন্টারমিটেন্ট ফাস্টিং সেই অগোছালো ছন্দকে কিছুটা স্বাভাবিক করতে সাহায্য করে। শরীরে শক্তির উৎস ফাস্টিং অবস্থায় কয়েক ঘণ্টা পর শরীর শক্তির উৎস হিসেবে গ্লুকোজ ব্যবহার বন্ধ করে, তার বদলে চর্বি ভেঙে তৈরি হওয়া কেটোন ব্যবহার করতে শুরু করে। এই পরিবর্তনে শরীরের কোষগুলো মেরামত হওয়ার সময় পায়, প্রদাহ কমে, ইনসুলিনের কার্যকারিতা বাড়ে এবং বিপাকক্রিয়াও আরও কার্যকর হয়। অনেক ক্ষুদ্র গবেষণা বলছে, এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা ও উচ্চ কোলেস্টেরলের মতো সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। আরও পড়ুন- শীতকালে ভুল করে এই ৫টি খাবার খাবেন না, খেলে পরিবার বারবার অসুস্থ হবে ! তবে এই পদ্ধতি ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন—ইন্টারমিটেন্ট ফাস্টিং কি সত্যিই দ্রুত ওজন কমায়? অনেকেই মনে করেন, শুধু খাবারের সময় কমালেই ওজন কমবে। কিন্তু সাম্প্রতিক এক দীর্ঘ গবেষণা বলছে, বিষয়টি এত সরল নয়। সেখানে দুটি দলকে একই পরিমাণ ক্যালোরি–ঘাটতি যুক্ত খাবার খেতে বলা হয়েছিল। তবে প্রথম দলকে বলা হয়েছিল দিনে মাত্র আট ঘণ্টার মধ্যে খাবার শেষ করতে, আর দ্বিতীয় দলকে সময়সীমা ছাড়াই ক্যালরি নিয়ন্ত্রিত খাবার খেতে দেওয়া হয়েছিল। আরও পড়ুন- বারবার রঙের ঝামেলা নেই, এই ঘরোয়া উপাদানে চুল করুন জঙ্গলের মত ঘন, কালো একবছর শেষে দেখা গিয়েছে, দুই দলই উল্লেখযোগ্য পরিমাণে ওজন কমিয়েছে। সময়–সীমাবদ্ধ রাখা দল গড়ে প্রায় ১৮ পাউন্ড ওজন কমিয়েছে, আর সময়–সীমাহীন রাখা দল প্রায় ১৪ পাউন্ড। কিন্তু এই পার্থক্যকে গবেষকেরা পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করেননি। অর্থাৎ শুধুমাত্র খাবারের সময় কমানোই ওজন কমাতে অতিরিক্ত সুবিধা দেয় না। বরং দুই দলই ওজন কমিয়েছে মূলত ক্যালোরি ঘাটতির কারণে। আরও পড়ুন- কোমরের মেদ গলাতে দুর্দান্ত কাজের, এই কায়দায় হলুদে বিরাট উপকার তাহলে ইন্টারমিটেন্ট ফাস্টিং যে অনেকের ক্ষেত্রে কাজ করে, তার কারণ কী? আসলে নির্দিষ্ট সময় খাবার খাওয়ার অভ্যাস অনেককে অনিচ্ছাকৃতভাবেই কম ক্যালোরি খেতে সাহায্য করে। খাওয়ার সময় কম থাকলে সারা দিনে অতিরিক্ত খাবার খাওয়ার সুযোগ কমে যায়। ফলে প্রতিদিন ২০০–৩০০ ক্যালোরি কম খাওয়ার সম্ভাবনা তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে ওজন কমাতে সহায়ক। তবে কেউ যদি ফাস্টিং শেষ হওয়ার পর একসঙ্গে অতিরিক্ত খেয়ে ফেলে, তাহলে এই পদ্ধতি ব্যর্থ হতে পারে। আরও পড়ুন- ইন্টারমিটেন্ট ফাস্টিং, কীভাবে নিরাপদে ওজন কমাতে বৈজ্ঞানিক উপায়ে এই উপবাস করবেন? এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে—ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে অনেকের পেশির ভর কমে যেতে পারে। এই লীন মাসল বা পেশির ভর আমাদের বিপাকক্রিয়া বাড়ায়, রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে, এবং শরীরকে শক্তিশালী রাখে। তাই শুধুমাত্র ফাস্টিং করলেই হবে না, এর সঙ্গে নিয়মিত রেজিস্ট্যান্স ট্রেনিং বা ওজন তোলার ব্যায়ামও জরুরি। যাঁদের ডায়াবেটিস, ইনসুলিন সংক্রান্ত সমস্যা, খাওয়ার অভ্যাসজনিত সমস্যা, গর্ভাবস্থা বা স্তন্যদান চলছে, অথবা যাঁদের নিয়মিত ওষুধ খেতে হয়—তাঁদের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং উপযুক্ত নয়। শরীরের প্রতিক্রিয়া সবসময় একইরকম হয় না, তাই বিশেষ পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ জরুরি। সব মিলিয়ে ইন্টারমিটেন্ট ফাস্টিং এমন একটি জীবনধারা, যা নিয়মিত মেনে চলা গেলে শরীরকে একটি স্বাস্থ্যকর রুটিনে আনা সম্ভব। সারাদিন খাওয়ার অভ্যাস থেকে দূরে গিয়ে, শরীরকে নির্দিষ্ট সময়ের জন্য বিশ্রাম দিলে ওজন কমানো ছাড়াও রক্তচাপ, কোলেস্টেরল, ব্লাড সুগার এবং সার্বিক শক্তির মাত্রা নিয়ন্ত্রণে থাকে। অনেকের জন্য এটি কার্যকর হলেও, কী খাবেন, কতটা খাবেন এবং কীভাবে খাবেন—এই তিন বিষয়ই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রাজ্যজুড়ে ঝোড়ো ব্যাটিং শীতের! উত্তরে ৪, দক্ষিণবঙ্গে পারদ নামল ১১ ডিগ্রিতে
বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা নামল কত ডিগ্রিতে?
Mohan Bhagwat: কে হবেন নরেন্দ্র মোদীর উত্তরসূরী? স্পষ্ট জবাব দিয়েই দিলেন মোহন ভাগবত
Mohan Bhagwat: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসূরী নিয়ে জল্পনা চললেও সেই বিতর্কে নিজেদের জড়াতে নারাজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সংঘ প্রধান মোহন ভাগবত স্পষ্ট জানিয়ে দিলেন, মোদীর পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এ সিদ্ধান্ত সম্পূর্ণই বিজেপি এবং নরেন্দ্র মোদীর নিজেদের বিষয়। আরও পড়ুন- কোচবিহারের পর আজ কৃষ্ণনগর, SIR নিয়ে ঝড় তুলবেন মমতা, রেকর্ড ভিড়ের আশায় জেলা নেতৃত্ব ৯ ডিসেম্বর চেন্নাইয়ে আরএসএসের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাগবত বলেন, “কিছু প্রশ্ন আমার আওতার বাইরে। এ বিষয়ে আমার বলার কিছু নেই। আমি শুধু তাঁর মঙ্গল কামনা করতে পারি। উত্তরসূরী ঠিক করবেন মোদী এবং বিজেপি।” রাজনৈতিক মহলের মতে ভাগবতের এই মন্তব্য থেকে এটা স্পষ্ট যে, বিজেপির অভ্যন্তরীণ নেতৃত্ব বা উত্তরাধিকার বিতর্কে কোনওভাবেই হস্তক্ষেপ করতে চায় না আরএসএস। “বর্ণ ও ভাষাগত বিভাজন দূর করতে হবে”- ভাগবত বক্তব্যে মোহন ভাগবত আরও বলেন, ভারতকে “বিশ্বগুরু” হতে হলে সমাজের বর্ণভিত্তিক ও ভাষাগত বিভাজন দূর করা অত্যন্ত জরুরি। তাঁর কথায়, “আরএসএসকে এক লক্ষেরও বেশি স্থানে বিস্তৃত করতে হবে। দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে হলে বর্ণ ও ভাষার বিভেদ দূর করতেই হবে।” আরও পড়ুন- জানুয়ারিতে টানা ছুটি সরকারি কর্মীদের, নবান্নের বিরাট ঘোষণায় উল্লাস, ঝটপট করে ফেলুন 'হলিডে প্ল্যানিং' ৯ ডিসেম্বরের চেন্নাইয়ের অনুষ্ঠানের পাশাপাশি, তিরুচিরাপল্লিতেও একটি কর্মসূচিতে বক্তব্য রাখেন ভাগবত। তিনি বলেন, আরএসএস সম্পর্কে দেশে বহু আলোচনা হলেও তার বেশিরভাগই তথ্যের ভিত্তিতে নয়, অনুমানের ভিত্তিতে। তাই “জনসাধারণের সঙ্গে সরাসরি আলোচনার” প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। আরও পড়ুন- মোদী হলেন 'বাজপেয়ী', বন্দে মাতরম হল 'বন্দে ভারত', ভুলে ভরা সংসদ, ঠাট্টার ছলে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের আরএসএসের ১০০ বছরের যাত্রা উপলক্ষে নতুন উদ্যোগের অংশ হিসেবে সারাদেশে বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এতে স্বেচ্ছাসেবকরা মানুষের কাছে গিয়ে সংগঠন সম্পর্কে “সঠিক এবং বাস্তব তথ্য” তুলে ধরবেন। ভাগবত বলেন, “আরএসএস গত ১০০ বছর ধরে কাজ করছে। কিন্তু গত ১০-১৫ বছর ধরে সংগঠনটিকে কেন্দ্র করেই বেশি আলোচনা হচ্ছে। আমাদের সমর্থক ও বিরোধীরা দু’পক্ষই অনেক সময় তথ্যের বদলে অনুমানের ভিত্তিতে মন্তব্য করেন। তাই বাস্তব তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি।” আরও পড়ুন- ভোটের আগে বিজেপিকে চাপে ফেলতে 'বাংলা বঞ্চনাকে'ই হাতিয়ার, সংসদ চত্ত্বরে বিরাট প্রতিবাদে তৃণমূল
Indian Hockey Team: হকিতে 'ধামাকা' ভারতের, অভাবনীয় সাফল্য যুব বিশ্বকাপে
Indian Hockey Team: ২০২৫ যুব হকি বিশ্বকাপের আসর তামিলনাড়ুতে বসেছিল। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া দুর্দান্ত কামব্যাক করে শেষপর্যন্ত ব্রোঞ্জ পদক জয় করল। সেমিফাইনাল ম্য়াচে জার্মানির কাছে ভারত ৫-১ গোলে হেরে গিয়েছিল। এরপর ১০ ডিসেম্বর টিম ইন্ডিয়া আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করে। শেষপর্যন্ত ২০২১ সালের চ্যাম্পিয়ন দলকে তারা ৪-২ গোলে হারিয়ে দেয়। শেষ ১১ মিনিটের মধ্যে ভারত চারটি গোল করে। আর সেইসঙ্গে ৯ বছর পর হকি জুনিয়র বিশ্বকাপে তারা ব্রোঞ্জ পদক জয় করল। গত দু'বার ভারত ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামলেও শেষপর্যন্ত তা হাতছাড়া হয়ে যায়। Indian Hockey Team: শুধুমাত্র ক্রিকেট নয়, হকিতেও আরেক অধিনায়ক রোহিত! নেতৃত্ব দিচ্ছেন বিশ্বকাপে শেষ কোয়ার্টারে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতের আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রোঞ্জ দখলের লড়াইয়ে টিম ইন্ডিয়া শুরু থেকে যথেষ্ট চাপে ছিল। তিনটে কোয়ার্টার পর্যন্ত তারা ২-০ গোলে পিছিয়ে থাকে। একটা সময় মনে হচ্ছিল, এবারও হয়ত ব্রোঞ্জ জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে। কিন্তু, শেষ কোয়ার্টারে ভারতীয় খেলোয়াড়রা দুর্দান্ত কামব্যাক করলেন। অবশেষে ভারতই এই ম্য়াচে বাজিমাত করে। India vs Japan Hockey Highlights: কঠিন লড়াইয়ের পর হতাশার ড্র, এবার কীভাবে এশিয়া কাপের ফাইনালে উঠবে ভারত? ভারতের হয়ে ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোলটি করলেন অঙ্কিত পাল। এরপরই ৫২ মিনিটে সমতা ফেরালেন মনমীত সিং। তিনিও পেনাল্টি কর্নার থেকেই গোল করেন। আর এই গোল আসতে না আসতেই গোটা ম্য়াচের মোমেন্টাম ভারতের দিকে চলে আসে। Indian Hockey Team: কোন অঙ্কে এশিয়া কাপ ফাইনালে খেলবে ভারত? চিনের বিরুদ্ধে হারতেই... ভুল করল আর্জেন্টিনা, ফায়দা তুলল ভারত স্কোর বরাবর হওয়ার পর আর্জেন্টিনা এই ম্য়াচটা বাঁচানোর জন্য নিজেদের গোলকিপারই সরিয়ে দিল, যাতে আরও একজন অতিরিক্ত খেলোয়াড় নামানো যায়। কিন্তু, এখানেই তারা মস্ত বড় ভুল করে ফেলল। ৫৭ মিনিটে ভারত তৃতীয় পেনাল্টি কর্নার পায়। শারদানন্দ তিওয়ারি গোল করে টিম ইন্ডিয়াকে ৩-২ গোলে এগিয়ে দিলেন। গোলকিপার না থাকার ফায়দা ভারত ৫৮ মিনিটে পেল। আরও একটি দুর্দান্ত গোল করে শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচটা নিজেদের পকেটে পুরে ফেলল। India vs Korea Hockey Highlights: চুরমার কোরিয়া, আগুন পারফরম্য়ান্সে জয়জয়কার ভারতীয় হকি দলের জুনিয়র হকি বিশ্বকাপে ভারত এই প্রথমবার ব্রোঞ্জ পদক জয় করল। যদিও ২০০১ সালে হোবার্টে এবং ২০১৬ সালে লখনউয়ে তারা এই যুব বিশ্বকাপের খেতাব জয় করেছিল। টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে গত ৯ বছর আগে কোনও পদক জিতেছিল। গত দু'বার ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামলেও ভারতকে শেষপর্যন্ত চতুর্থ স্থানেই সন্তুষ্ট থাকতে হয়।
করণের সঙ্গে সম্পর্ক কেন ভাঙে? গৌরবের প্রেমে পড়তেই কৃতিকার বিচ্ছেদের গল্প ভাইরাল
টেলিভিশন-ওয়েব তারকা কৃতিকা কামরা, সম্প্রতি সামাজিক মাধ্যমে, নিজের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়কে সামনে এনেছেন। অভিনেত্রী ইনস্টাগ্রামে ক্রিকেট হোস্ট ও কনটেন্ট ক্রিয়েটর গৌরব কাপুরের সঙ্গে সম্পর্ককে, অফিসিয়াল করেছেন। এই ঘোষণার পর থেকেই অভিনয়প্রেমী মহলে শুরু হয়েছে পুরনো স্মৃতিচারণ। বিশেষত সেই সময়ের, যখন কৃতিকা তাঁর প্রথম ধারাবাহিক কিতানি মোহাব্বত হ্যায়–এ সহ-অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে সম্পর্কের মধ্যে ছিলেন। ২০০৯ সালে, শোয়ের সম্প্রচার শুরুর পর থেকেই করণ–কৃতিকাকে অফস্ক্রিনে দেখা যেত ঘনিষ্ঠভাবে, যা দ্রুতই আলোচনার কেন্দ্রে উঠে আসে। কয়েক বছরের সম্পর্কের শেষে ব্যস্ত কর্মজীবনই তাদের দূরত্ব বাড়িয়ে দেয়, এবং ২০১২ নাগাদ তারা আলাদা হয়ে যান। একটি পুরোনো সাক্ষাৎকারে কৃতিকা জানিয়েছিলেন, কোনও বড় ঝামেলা বা লড়াই ছিলই না। শুধু আমাদের শিডিউল, আমাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছিল। আমরা ২৪ ঘণ্টা একসঙ্গে থাকতাম, তবুও তিনি কখনও আমাকে প্রোপোজ করেননি- এবং আমি খুশি যে সে সেটা করেননি। Amitabh Bachchan: 'মা–ই পরিবার বাঁচিয়েছিলেন', গুরুতর আঘাতে যমে-মানুষে টানাটানি! বাবার যন্ত্রণা বুঝতে পারেননি অভিষেক? তিনি আরও জানান, তাদের মধ্যে বিয়ে নিয়ে কখনও আলোচনা হয়নি, এমনকি বিচ্ছেদ নিয়েও স্পষ্ট কোনও কথা হয়নি। “আমাদের মধ্যে এখনো খুব স্বাচ্ছন্দ্য রয়েছে। দু’জনেই নতুন কাজ করলে পরামর্শের দরকার হলে প্রথমে একে অপরকেই ফোন করি,” এমনটাই বলেন কৃতিকা।করণের সঙ্গে বিচ্ছেদের পর, অভিনেত্রীকে ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা Exceed Entertainment–এর সিইও, উদয় সিং গৌরীর সঙ্গে যুক্ত করা হলেও, কৃতিকা সেই সময় নিজের ব্যক্তিগত জীবনকে গোপন রাখেন। অন্যদিকে, কৃতিকার সঙ্গে ব্রেকআপের পর করণ কুন্দ্রা অনুষা দান্ডেকরের সঙ্গে সম্পর্কে জড়ান। তিন বছরের বেশি সময়ের সেই সম্পর্ক ভাঙে বিতর্কের মধ্য দিয়ে, যেখানে অনুষা করণের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। পরে করণ পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে অনুষাকে “নিষ্ঠুর মহিলা” বলে মন্তব্য করেন। পরবর্তীতে বিগ বস ১৫-এর সেটে অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে, আজও তাঁরা একসঙ্গে। শাহরুখ-পুত্রকে দেখে মুগ্ধ তৃণা, অভিনেত্রীকে কলকাতা প্রসঙ্গে কী বললেন আরিয়ান? এদিকে কৃতিকার নতুন সঙ্গী গৌরব কাপুর কোনও অপরিচিত নাম নন। চ্যানেল ভি–তে ভিজে হিসেবে যাত্রা শুরু করে তিনি এখন জনপ্রিয় ক্রিকেট হোস্ট, বিশেষত ইউটিউব শো Breakfast With Champions–এর স্রষ্টা হিসেবে পরিচিত। কিরাত ভাট্টলকে ২০১৪ সালে বিয়ে করলেও ২০২১ সালে তারা আলাদা হয়ে যান বলে শোনা যায়। কৃতিকা–গৌরবের নতুন সম্পর্ক যে টেলিভিশন মহলে উষ্ণ অভিনন্দন পাচ্ছে, তা স্পষ্ট। তাদের এই নতুন সূচনার প্রতি নজর এখন ভক্তদেরও।
দেশ ছেড়েও হল না শেষরক্ষা, অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর ধৃত গোয়ার নাইটক্লাবের দুই মালিক
থাইল্যান্ডে আটক দুই ভাই।
কোচবিহারের পর আজ কৃষ্ণনগর, SIR নিয়ে ঝড় তুলবেন মমতা, রেকর্ড ভিড়ের আশায় জেলা নেতৃত্ব
বনগাঁ, মালদা, মুর্শিদাবাদ এবং কোচবিহার সফরের পর, নদিয়া জেলার কৃষ্ণনগরে আজ ১১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট জনসভা। SIR নিয়ে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে আয়োজিত আজকের এই জনসভা থেকে ঝড় তুলবেন মমতা। রেকর্ড ভিড়ের আশা করছেন জেলা নেতৃত্ব। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সভার সকল প্রস্তুতি। পাশাপাশি এদিনের সভা থেকে উন্নয়ন নিয়ে জেলা প্রশাসনকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। পথশ্রী-৪ কর্মসূচির অধীনে রাজ্যের বিভিন্ন গ্রামে মোট ৯ হাজার কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি কেএমডি প্রকল্পের অধীনে আরও ১১ হাজার কিলোমিটারের বেশি রাস্তা শুরু করবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী একাধিক সরকারি প্রকল্পের সুবিধাও মানুষের হাতে তুলে দেবেন। সরকারি পরিষেবা প্রদান কর্মসূচির পাশাপাশি পৃথক মঞ্চে রাজনৈতিক সভায়ও যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন- মোদী হলেন 'বাজপেয়ী', বন্দে মাতরম হল 'বন্দে ভারত', ভুলে ভরা সংসদ, ঠাট্টার ছলে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের বছর ঘুরলেই বাংলায় বিধান সভা ভোট। তার আগে SIR ইস্যুতে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। এর মাঝেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় এসআইআর প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন দলনেত্রী। বনগাঁ, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারে ইতিমধ্যেই জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো। আজ নদীয়ার কৃষ্ণনগরে বিরাট জনসভা করতে চলেছেন তিনি। আরও পড়ুন- ভোটের আগে বিজেপিকে চাপে ফেলতে 'বাংলা বঞ্চনাকে'ই হাতিয়ার, সংসদ চত্ত্বরে বিরাট প্রতিবাদে তৃণমূল জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এ দিন নবান্নের নির্দেশে কৃষ্ণনগরে পৌঁছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেন। জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা এবং জেলা পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে তিনি কলেজ মাঠে মঞ্চ নির্মাণের প্রস্তুতি, ভিড় নিয়ন্ত্রণ, এন্ট্রি ও এক্সিট পয়েন্ট, এবং অন্যান্য নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকগুলি খতিয়ে দেখেন। আরও পড়ুন- জানুয়ারিতে টানা ছুটি সরকারি কর্মীদের, নবান্নের বিরাট ঘোষণায় উল্লাস, ঝটপট করে ফেলুন 'হলিডে প্ল্যানিং' ইতিমধ্যে, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগনার বনগাঁয় এসআইআর-এর সময় তার প্রথম জনসভা করেন, তারপরে মালদা এবং মুর্শিদাবাদে সমাবেশ করেন। পাশাপাশি কোচবিহারেও জনসভা করেন মমতা। SIR , কেন্দ্রীয় বঞ্চনা, বাঙালি বিদ্বেষ, অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে তিনি প্রতিটি সভা থেকে মোদী সরকারকে কোনঠাসা করেন। এদিন কৃষ্ণনগরের এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। আরও পড়ুন- ভয়ঙ্কর অভিযোগ এনে দল ছাড়তে চলেছেন দাপুটে তৃণমূলনেত্রী ! হুমায়ুন কবীরের পথে এবার শাহনাজ?
নিরীহদের হত্যা করছে পাকিস্তান! ‘নতুন বন্ধু’আফগানিস্তানের হয়ে রাষ্ট্রসংঘে সুর চড়াল ভারত
আফগানিস্তানের উপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে পাকিস্তান।
West Bengal Weather: আবার বদলে যাচ্ছে আবহাওয়া, বড়দিনে কতটা শীত পাবেন?
West Bengal, Kolkata Weather Report: হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আর উপকূলের জেলা যেমন-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত শনিবার রাতে গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Goa Nightclub Fire) ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন দুই মালিক সৌরভ লুথরা এবং গৌরব লুথরা। অবশেষে অগ্নিকাণ্ডের ৫ দিন পর থাইল্যান্ডের ফুকেট থেকে আটক করা নাইটক্লাবটির মালিক দুই ভাইকে। শীঘ্রই তাঁদের ভারতে ফেরানো হবে বলে খবর। সেদিনের অগ্নিকাণ্ডের ঘটনার পর মাত্র ৫ ঘণ্টার মধ্যেই […] The post Goa Nightclub Fire | গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডের পরই পালিয়েছিলেন বিদেশে, অবশেষে থাইল্যান্ডে আটক দুই মালিক appeared first on Uttarbanga Sambad .
Bangladesh |আজ নির্বাচনের দিন ঘোষণা করবে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বাংলাদেশের (Bangladesh) জাতীয় সংসদ নির্বাচনের (election) দিনক্ষণ ঘোষণা করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এদিন সন্ধ্যা ছ’টায় টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। এর আগে সেদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছিল, ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে ভোট হবে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী […] The post Bangladesh | আজ নির্বাচনের দিন ঘোষণা করবে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার appeared first on Uttarbanga Sambad .
লোকসভায় ‘বন্দে মাতরম’-এর বদলে ‘বন্দে ভারত’, মোদীকে বাজপেয়ী বলে উল্লেখ অভিজিতের, ভুলে ভরা সংসদে বিজেপিকে নিয়ে 'ঠাট্টা' তৃণমূলের। লোকসভায় ‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্কের সময় পরপর দু’বার ‘বন্দে ভারত’ বলে ফেলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। আর সেই ভুলকে কেন্দ্র করেই বিজেপি তুমুল কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। দলের বক্তব্য, “সর্বসমক্ষে কথা বলার আগে অন্তত চতুর্থ শ্রেণির ইতিহাস বইটা দেখে আসুন।” আরও পড়ুন- ভোটের আগে বিজেপিকে চাপে ফেলতে 'বাংলা বঞ্চনাকে'ই হাতিয়ার, সংসদ চত্ত্বরে বিরাট প্রতিবাদে তৃণমূল এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে “এরা আদৌ দেশপ্রেমিক তো?” পোস্টে আরও লেখা হয়েছে “যারা ‘বন্দে মাতরম’ উচ্চারণ করতে পারেন না, তাঁরা আবার দেশপ্রেম শেখান কীসের জোরে?” তৃণমূলের দাবি, এটা স্রেফ অনুরাগ ঠাকুরের মুখ ফসকে বলা কথা নয় বরং এটা “বিজেপির অজ্ঞতা”, যেটা প্রকাশ্যে ধরা পড়েছে। তৃণমূল আরও অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই যখন বাংলার আইকন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন, তখন ইতিহাস বিকৃতির শুরু যে উপরের স্তর থেকেই হচ্ছে, তা স্পষ্ট। “এটা দেশপ্রেম নয়, ভারতের ঐতিহ্যের তামাশা। লজ্জাজনক”! মন্তব্য তৃণমূলের। এর আগে লোকসভায় ‘বন্দে মাতরম’ বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ বলেন প্রধানমন্ত্রী। এরপরই তৃণমূল মোদীর মন্তব্যকে কেন্দ্র করে বিজেপিকে বাংলা বিদ্বেষী বলে আক্রমণ শানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রকাশ্যে এনিয়ে ক্ষমা চাওয়ারও দাবি জানান। “বাংলার সংস্কৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন” দল হিসেবে বিজেপিকে কটাক্ষ ছুঁড়তে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব।। প্রধানমন্ত্রীর বক্তব্যের ২৩ মিনিট পর তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, “দা নয়, বাবু বলা উচিত।” আরও পড়ুন- জানুয়ারিতে টানা ছুটি সরকারি কর্মীদের, নবান্নের বিরাট ঘোষণায় উল্লাস, ঝটপট করে ফেলুন 'হলিডে প্ল্যানিং' তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে ‘বন্দে মাতরম’ ইস্যুটি তুললেও শেষমেশ বাংলার মহাপুরুষদেরই অপমান করেছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “গোটা বিজেপিই জানে না কাকে দাদা আর কাকে বাবু ডাকতে হয়, এটিই মূল সমস্যা তাদের কাছে।” মোদীর পর অনুরাগ ঠাকুরের 'বন্দে ভারত' মন্তব্যে তৃণমূল সাংসদ সাকেত গোখলে বলেন, বিজেপির ‘মোদী-আসক্তিই’ এই ভুলের মূল কারণ। তাঁর কথায়, “বিজেপি এতটাই মোদী-আসক্ত যে ‘বন্দে মাতরম’-এর জায়গায় ‘বন্দে ভারত’ বেরিয়ে আসে। তাঁদের কাছে মোদী-ই সব, দেশেরও ঊর্ধ্বে।” বুধবার তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় ঠাট্টার সুরে লেখে, অনুরাগ ঠাকুর যেন প্রকাশ্যে কথা বলার আগে “চতুর্থ শ্রেণির ইতিহাস বইটা দেখে নেন।” তৃণমূল সাংসদ দোলা সেন প্রশ্ন তোলেন, স্বাধীনতা সংগ্রামে যারা ‘একটি শব্দও’ রাখেনি, তারা কীভাবে সুর্য সেন বা ঋষি বঙ্কিমচন্দ্রের মতো মহাত্মাদের মূল্য বুঝবে? তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী ও বিজেপি পরিকল্পিতভাবে বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে বিকৃত করছেন। আরও পড়ুন- ভয়ঙ্কর অভিযোগ এনে দল ছাড়তে চলেছেন দাপুটে তৃণমূলনেত্রী ! হুমায়ুন কবীরের পথে এবার শাহনাজ? দোলা সেনের আরও বক্তব্য “নাম বিকৃত করে, বাংলার আইকনদের বিদ্রূপ করে, আমাদের সংস্কৃতিকে খাটো করার চেষ্টা চলছে। কিন্তু বাংলা মাথা নোয়ায় না। বাংলা মনে রাখবে এবং বাংলার মানুষ এর জবাব দেবে ভোটবাক্সে ”। এদিকে লোকসভায় প্রধানমন্ত্রীকে ‘নরেন্দ্র বাজপেয়ী’ বললেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এনিয়েও অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদলে ‘নরেন্দ্র বাজপেয়ী’ বলে ফেললেন বিজেপি সাংসদ ও কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও ভুল বুঝেই মুহূর্তে সংশোধন করেন তিনি। তবুও ওই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ, অস্বস্তিতে বিজেপিও। আরও পড়ুন- বাংলাদেশে বিতাড়িত হওয়ার আতঙ্কে ৭৬ বছরের বৃদ্ধা, ২০০২ এ নাম থাকা সত্ত্বেও ভিটে মাটি হারানোর ভয়.... সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন বুধবার ভাষণ দিচ্ছিলেন তমলুকের সাংসদ। বক্তব্যের মাঝেই তিনি বলেন, “আমাদের দেশে এখন এক জন প্রধানমন্ত্রী আছেন, তাঁর নাম নরেন্দ্র বাজপেয়ী।” কয়েক মুহূর্তেই দ্রুত ভুল ঠিক করে ছন্দে ফেরেন তিনি। বলেন, “নরেন্দ্র মোদী।” এই অংশের ভিডিওই এখন ভাইরাল।তৃণমূল অবশ্য কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “রক্তে তো বাঙালি, তাই বঙ্কিমচন্দ্রে র অপমান সহ্য হয়নি। প্রতিবাদে সংসদে দাঁড়িয়েই প্রধানমন্ত্রীকে ‘নরেন্দ্র বাজপেয়ী’ বলে দিলেন!”
SIR: বিধাননগরে বাংলাদেশির এ কী কাণ্ড! কিশোরের কাজ জানলে চমকে যাবেন
Bangladeshi: এই ঘটনায় চাঞ্চল্য বিধাননগর পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে। জানা গিয়েছে, অভিযুক্ত কিশোর রাজবংশী বিধাননগর পুরনিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিভাগের কর্মী। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ নাগের খুব ঘনিষ্ঠ এবং তৃণমূল কর্মী হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত তিনি।
Physical Assault Case: অভিযুক্ত ২০১৪ সালে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। ২০১৬ সালের নভেম্বর মাসে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তখন নাবালিকার বয়স ছিল মাত্র ১৪। এরপরে একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে, এমনকী নির্যাতিতা বাধা দেওয়া সত্ত্বেও অভিযুক্ত সেই কথা শোনেনি।
Winter Health Tips: শীতকালে ভুল করে এই ৫টি খাবার খাবেন না, খেলে পরিবার বারবার অসুস্থ হবে !
Winter Health Tips: শীতকাল বছরের এমন একটি সময়, যখন ঋতুর পরিবর্তনের সঙ্গে শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতাও বদলে যায়। সকাল-সন্ধ্যায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে যায়, বাতাসে থাকে ঘন কুয়াশা এবং সর্দি-কাশি, জ্বর, অ্যাসিডিটি, পেটের গণ্ডগোলের মতো মরশুমি অসুখ দ্রুত আক্রমণ করে। তাই শীতকালে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার এড়িয়ে চলা উচিত, তা জানা অত্যন্ত জরুরি। কারণ অনেক সময় অজান্তেই এমন কিছু খাবার আমরা প্রতিদিন খেয়ে ফেলি, যেগুলি শীতকালে শরীরকে আরও দুর্বল করে দেয়। আয়ুর্বেদ এবং খাদ্যবিজ্ঞানের মতে, শীতের দুই মাসকে শরীরের অভিযোজন-পর্ব বলে ধরা হয়। এই সময়ে শরীর ঠান্ডা পরিবেশে খাপ খাইয়ে নিতে বেশি শক্তি ব্যবহার করে। ফলে হজমশক্তিও সংবেদনশীল হয়ে ওঠে। তাই খাবারের ধরন যদি সঠিক না হয়, তবে তাৎক্ষণিক সমস্যা সৃষ্টি করে—যেমন বুকজ্বালা, বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, সংক্রমণ বা ইমিউন সিস্টেম দুর্বল হওয়া। প্রথমেই আসে পেঁয়াজ। এটি সাধারণত অনেক খাবারে ব্যবহৃত হলেও সনাতন শাস্ত্রে পেঁয়াজকে তামসিক বলা হয়। তার পাশাপাশি এর অ্যাসিডিক প্রকৃতি শীতকালে একেবারেই উপযোগী নয়। শীতের সকালে খালি পেটে বা রাতে পেঁয়াজযুক্ত খাবার বেশি খেলেই গ্যাস, অম্বল বা তীব্র অস্বস্তি দেখা দিতে পারে। যাঁদের অ্যাসিডিটি বা হজমশক্তি দুর্বল, তাঁদের জন্য এই সময় পেঁয়াজ বেশ ক্ষতিকর হতে পারে। এরপর আসে জিরা। আশ্চর্যের বিষয়, আমরা সাধারণত মনে করি জিরা হজমে সাহায্য করে। কিন্তু অনেক সময় দেখা যায় পরিবর্তনশীল আবহাওয়ায় এটি পেটের সমস্যাকে উলটে বাড়িয়ে দেয়। বিশেষ করে যাঁদের অর্শ বা অতিরিক্ত রক্তপাতের সমস্যা আছে, তাঁদের জিরা খাওয়া এড়িয়ে চলা উচিত। জিরা শরীরে রক্তসঞ্চালন বাড়ায়, ফলে রক্তপাতের প্রবণতা বেড়ে যেতে পারে। শীতকালে এই সমস্যা আরও অস্বস্তিকর হয়ে ওঠে। মসুর ডালের কথা আলাদা করে বলতেই হয়। সনাতন ধর্মীয় গ্রন্থ এবং আয়ুর্বেদে মসুর ডালকে তামসিক খাবারের তালিকায় রাখা হয়েছে। শীতকালে এটি নিয়মিত খেলে অনেকেরই রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। এর পাশাপাশি মসুর ডাল শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে, যা শীতকালে হৃদ্যন্ত্রের রোগীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। তাই শীতকালের ঠান্ডা আবহাওয়ায় মসুর ডালের পরিবর্তে মুগ বা মটর ডাল খাওয়াই উত্তম। শীতের তালিকায় আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল রসুন। রসুনের উষ্ণতা শরীরকে গরম রাখলেও এর অতিরিক্ত গরম প্রকৃতি শীতকালে ক্ষতিকর হতে পারে। শীতকালে পরিবেশে আর্দ্রতা বাড়ে, যার ফলে ছত্রাক সংক্রমণ দ্রুত ছড়ায়। অতিরিক্ত রসুন খেলে শরীরের অভ্যন্তরীণ উষ্ণতার ভারসাম্য নষ্ট হয়ে ছত্রাক সংক্রমণ বা ত্বকের সমস্যা বাড়তে পারে। তাই রসুনের পরিমাণ নিয়ন্ত্রিত রাখা জরুরি। সবশেষে আসে বাসি খাবার। শীতকালে অনেক সময় আমরা রাতের খাবার রেখে সকালে খেয়ে নিই বা দুপুরের খাবার রাত পর্যন্ত রেখে দিই। কিন্তু পরিবর্তিত তাপমাত্রা এবং ঘন কুয়াশার কারণে খাবারে খুব দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়। ফলে বাসি খাবার শরীরে গিয়ে সমস্যা তৈরি করতে পারে—যেমন পেট খারাপ, বমি বমি ভাব, তাপমাত্রা বেড়ে যাওয়া বা শরীর দুর্বল হয়ে পড়া। তাই শীতকালীন মাসগুলোতে সম্ভব হলে প্রতিবার নতুন রান্না করা খাবার খাওয়াই উত্তম। এছাড়াও শীতকালে জল কম খাওয়ার প্রবণতাও দেখা যায়, যা হজমের সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। ফলে ওপরে উল্লেখিত খাবারগুলির পার্শ্বপ্রতিক্রিয়া তীব্র হয়। তাই খাদ্যতালিকায় মরশুমি ফল, উষ্ণ পানীয়, হালকা খাবার এবং সহজপাচ্য ডাল-সবজি রাখা গুরুত্বপূর্ণ। শীতকাল স্বাস্থ্য সচেতনতার সময়। অসুস্থতা এড়াতে খাবারের সঠিক নির্বাচনই সবচেয়ে বড় রক্ষাকবচ। তাই শীতের ঠান্ডা আবহাওয়া উপভোগ করার পাশাপাশি ওপরের খাবারগুলি এড়িয়ে চললে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকতে পারবেন সহজেই। সামান্য সচেতনতাই পারে শীতের সময়টিতে আপনাকে আরও আরামদায়ক এবং রোগমুক্ত রাখতে।
ভোটের আগে বিজেপিকে চাপে ফেলতে 'বাংলা বঞ্চনাকে'ই হাতিয়ার, সংসদ চত্ত্বরে বিরাট প্রতিবাদে তৃণমূল
রাজ্যের বকেয়া নিয়ে ফের সরব তৃণমূল কংগ্রেস। এবার সংসদ চত্ত্বরেই প্রতিবাদে সামিল দলীয় সাংসদরা। রাজ্যের প্রাপ্য তহবিল ও বকেয়া আদায়ের দাবিতে ফের সংসদ চত্বরে সরব হল তৃণমূল কংগ্রেস। বুধবার লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা সংসদ ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করেন। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য বকেয়া দুই লক্ষ কোটি টাকারও বেশি। যার মধ্যে শুধুমাত্র এমজিএনআরইজিএতেই বকেয়া প্রায় ৫২ হাজার কোটি। শীতকালীন অধিবেশন জুড়ে এই ইস্যুকেই আন্দোলনের মূল হাতিয়ার করেছে বাংলার শাসক দল। তাঁদের দাবি, বিগত প্রায় দু বছর ধরে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এমজিএনআরইজিএ (MGNREGS) ও পিএমএওয়াই (PMAY)-এর বরাদ্দ সংক্রান্ত হোয়াইট পেপার প্রকাশে টালবাহানা করছে। আরও পড়ুন- ধেয়ে আসছে তীব্র ঠান্ডার ভয়ঙ্কর স্রোত! দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ৪ ডিগ্রিতে, কলকাতায় হাড়কাঁপানো শীতের বিরাট পূর্বাভাস রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, “২০২৪-এর মার্চে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন যে বাংলার জন্য কত বরাদ্দ হয়েছে তার হোয়াইট পেপার প্রকাশ করুন। ২১ মাস কেটে গিয়েছে, কিন্তু বিজেপি সরকার এখনও কোনও তথ্য দিতে পারেনি।” তিনি আরও অভিযোগ করেন, “বিজেপি বাংলায় নির্বাচনে জিততে না পারায় রাজনৈতিক প্রতিহিংসার বশে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে।” আরও পড়ুন- বাংলাদেশে বিতাড়িত হওয়ার আতঙ্কে ৭৬ বছরের বৃদ্ধা, ২০০২ এ নাম থাকা সত্ত্বেও ভিটে মাটি হারানোর ভয়.... তৃণমূলের দাবি, প্রায় দুবছর ধরে কেন্দ্র ইচ্ছাকৃতভাবে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে। এমজিএনআরইজিএ-র অধীনে ৫২ হাজার কোটি ছাড়াও দু লক্ষ কোটি টাকার বেশি বিভিন্ন খাতে বকেয়া রয়েছে বলেই অভিযোগ। দলের তরফে এক্স-হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, “৬৩৬ দিন পেরিয়ে গেলেও কেন্দ্র এখনও হোয়াইট পেপার দিতে পারেনি। বাংলার প্রতি বঞ্চনা, অবহেলা আর রাজনৈতিক প্রতিহংসার চিত্রই স্পষ্ট হয়ে উঠছে।” আরও একটি পোস্টে কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করে তৃণমূল লিখেছে, “২ লক্ষ কোটি টাকার কাছাকাছি প্রাপ্য তহবিল আটকে রেখেছে কেন্দ্র। গরিব মানুষের জন্য নির্ধারিত এমজিএনআরইজিএ-র মজুরি ও আবাস যোজনার টাকা ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছে। রাজনৈতিক বিদ্বেষের কারণে কেন্দ্র এই টাকা আটকে রেখেছে।” আরও পড়ুন- ভয়ঙ্কর অভিযোগ এনে দল ছাড়তে চলেছেন দাপুটে তৃণমূলনেত্রী ! হুমায়ুন কবীরের পথে এবার শাহনাজ? এ বিষয়ে দলীয় অবস্থান স্পষ্ট করে তৃণমূলের তরফে জানানো হয়েছে,“বাংলার প্রাপ্য এক টাকাও আমরা ছাড়ব না। ন্যায় না মিললে প্রতিবাদ চলবে।” সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে সাংসদরা এ দিন ঘোষণা করেন, শীতকালীন অধিবেশন জুড়ে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
ভারতকে দেশের শাসকদল বিজেপি গণতন্ত্রের জননী বলে থাকে। দেশের গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ ও নিজেদের গণতান্ত্রিক মানসিকতা প্রমাণ করার জোরালো চেষ্টা থাকে ওই শব্দবন্ধের মধ্যে। শাসক শিবিরের পাশাপাশি বিরোধীরাও গণতন্ত্রের প্রতি প্রেম জাহিরে মরিয়া। নিজেদের সম্পর্কে গণতন্ত্রের উপাসক, গণতন্ত্রের প্রতি আস্থাশীল ইত্যাদি প্রচারে সচেষ্ট তারা। গণতন্ত্র সুরক্ষিত রাখতে নাকি শাসক, বিরোধী- সব পক্ষই সক্রিয়। বাস্তবে অবশ্য […] The post ভোটই যেন গণতন্ত্র appeared first on Uttarbanga Sambad .
Evil Eye: কুদৃষ্টি কাটাতে ধুনোর সঙ্গে মেশান 'জাদুকরি' কয়েকটি জিনিস, দূর হবে কালো ছায়া!
Evil Eye: সংসারে শান্তি বজায় রাখতে যেমন পরিশ্রমের প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন ইতিবাচক শক্তি এবং মানসিক স্থিতিরও। কিন্তু অনেক সময় অজান্তেই ঘরের ওপর নেমে আসে কুনজরের অশুভ ছায়া। আচমকা অশান্তি তৈরি হওয়া, স্বামী–স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাওয়া, আয় কমে যাওয়া, কাজের পথে বাধা সৃষ্টি হওয়া বা অকারণে মন খারাপ লাগা—এসবই অনেক সময় নেতিবাচক শক্তির লক্ষণ হিসেবে ধরা হয়। সনাতন বিশ্বাসে বলা হয়, শত্রুর নজর বা অশুভ শক্তি সংসারের শুভ শক্তিকে দুর্বল করে দেয়। এমন পরিস্থিতিতে বহু প্রাচীন কিছু বাস্তু টোটকা আজও ঘরের পরিবেশকে স্বস্তিদায়ক করতে সাহায্য করে। তার মধ্যে অন্যতম সহজ উপায় হল ধুনো। ধুনো জ্বালানোর সংস্কৃতি ভারতীয়দের ঘরে ধুনো জ্বালানোর সংস্কৃতি বহু পুরনো। দেবতার সামনে ধুনো দিলে পরিবেশ পবিত্র হয় বলে বিশ্বাস। ধুনোর ধোঁয়া বাড়ির বাতাসকে পরিষ্কার করে, মনকে স্থির করে এবং অশুভ শক্তির প্রভাব কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন সন্ধ্যায় ধুনো দেওয়া বহু পরিবারের নিয়মিত অভ্যাস। এই সাধারণ অভ্যাসের মধ্যেই রয়েছে কিছু বিশেষ পদ্ধতি—যা মানলে কুনজর, নজরদোষ ও শত্রুর অশুভ প্রভাব দ্রুত দূর হয় বলে বলা হয়। আরও পড়ুন- আজ ১১ ডিসেম্বর, কী আছে ভাগ্যে? দেখুন রাশিফল কর্পূর এমন একটি উপাদান, যার ব্যবহার নেতিবাচক শক্তি পরিষ্কার করতে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। কর্পূর জ্বলার সঙ্গে সঙ্গে যে সুগন্ধ ছড়িয়ে পড়ে তা পরিবেশে শুভ কম্পন তৈরি করে। বহু মানুষ প্রতিদিন গণেশের সামনে কর্পূর জ্বালান, কারণ এর আগুন ও গন্ধ ঘরের ভারী শক্তিকে দূরে সরিয়ে দেয়। সন্ধ্যার ধুনোর সঙ্গে অল্প কর্পূর যোগ করলে ধুনোর শক্তি আরও বেড়ে যায়। কর্পূর ধুনোর ধোঁয়ার সঙ্গে মিশে চারদিকে এমন এক পবিত্র আবহ তৈরি করে, যা অশুভ শক্তির প্রবেশকে বাধা দেয়। আরও পড়ুন- বিবাহিত জীবনের অন্যতম আকর্ষণ গন্ধ, জানুন কীভাবে আপনার পোশাক থেকে সুগন্ধ বের হবে! হিন্দু ধর্মে সর্ষে পোড়ানোর প্রথা বিশেষ শক্তিশালী বলে ধরা হয়। বিশেষ করে কুনজর বা নজরদোষ কাটাতে সাদা সর্ষে অত্যন্ত উপকারি বলে বিশ্বাস করা হয়। সর্ষে আগুনে ফেলে দিলে যে তীব্র গন্ধ ও ধোঁয়া ওঠে, তা অশুভ শক্তিকে সরিয়ে দেয়। তাই প্রতি মঙ্গলবার ও শনিবার ধুনো জ্বালানোর সময় সামান্য সাদা সর্ষে আগুনে দিলে শত্রুর নজর অনেকটাই কমে যায় বলে অনেকের অভিজ্ঞতা। এই পদক্ষেপ মানসিক ভারও কমাতে সাহায্য করে। আরও পড়ুন- সমস্ত বাধা পেরিয়েও লক্ষ্যপূরণ করে এই ৪ রাশি, হোঁচট খেলেও থেমে থাকে না! আপনিও কি এই দলে? নিমপাতা প্রাচীনকাল থেকেই শুভ ও পবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহার হয়ে আসছে। নিমপাতার প্রাকৃতিক গন্ধ পরিবেশকে জীবাণুমুক্ত করে এবং অশুভ শক্তিকে দূর করে দেয় বলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। ধুনো জ্বালানোর সময় কয়েকটি নিমপাতা আগুনে ফেলে দিলে ধোঁয়া আরও শক্তিশালী হয়। নিমের ধোঁয়া ঘরের কোনায় জমে থাকা ভারী শক্তিকে ভেঙে দেয়, ফলে ঘরের বাতাস অনেকটাই হালকা ও স্বস্তিদায়ক অনুভূত হয়। সংসারে ঝগড়া–ঝাঁটি বা অকারণে অশান্তি বাড়লে নিমপাতার ধুনো বিশেষ উপকারী। আরও পড়ুন- কুনজরে তছনছ জীবন! জনসমক্ষে বলা বারণ এই ৫ জিনিস, না হলেই বিপদ! তুষ বা চালের খোসাও বহু পরিবারে এখনও নজরদোষ কাটানোর কাজে ব্যবহৃত হয়। বাস্তুশাস্ত্রে বলা হয়, তুষ অশুভ শক্তিকে নিজের দিকে টেনে নেয় এবং সহজে তা নিঃশেষ করে দেয়। তাই সন্ধ্যার ধুনোর আগুনে সামান্য তুষ যোগ করলে কুনজরের কালো ছায়া কাটতে শুরু করে। তুষ আগুনে পড়ার সঙ্গে সঙ্গে যে ধোঁয়া তৈরি হয়, তা ঘরের বাতাসকে দ্রুত বদলে দেয়। এই প্রক্রিয়া ঘরকে শুধু পবিত্র করে না, বরং মনেও নতুন আশ্বাস তৈরি করে। এই চারটি সহজ উপাদান—কর্পূর, সর্ষে, নিমপাতা ও তুষ—ধুনোর সঙ্গে ব্যবহার করলে ঘরের শক্তিক্ষেত্র ধীরে ধীরে পালটে যায়। অনেকেই বলেন, এই টোটকা নিয়মিত ব্যবহার করলে পরিবারের সদস্যদের মানসিক শান্তি বাড়ে, ঝামেলা কমে, কাজের উন্নতি হয় এবং ঘরের মধ্যে আর্থিক স্থিতি আসে। এগুলো জাদুবিদ্যা নয়, বরং প্রাকৃতিক পদ্ধতির মাধ্যমে পরিবেশকে পরিষ্কার করার একটি আধ্যাত্মিক উপায়। ধুনোর ধোঁয়া, আগুন এবং প্রাকৃতিক উপাদানের গন্ধ মনকে প্রশান্ত করে, ঘরের শক্তিকে হালকা করে এবং আত্মবিশ্বাস বাড়ায়—যা কুনজরের ভয় কাটাতে সত্যিই সাহায্য করে। যদি মনে হয় শত্রুর অশুভ দৃষ্টি সংসারের ওপর পড়েছে, যদি বারবার সমস্যায় জড়িয়ে পড়েন, অথবা ঘরে শান্তি নষ্ট হয়ে যায়, তবে ধুনোর এই পদ্ধতিগুলো অনুসরণ করা যেতে পারে। প্রতিদিনের এই কয়েক মিনিটের আচার ঘরকে ধীরে ধীরে রক্ষা–বলয়ে ঢেকে দেয়। একটু বিশ্বাস, একটু নিয়ম মেনে চলা—এতেই কেটে যেতে পারে কুনজরের কালো ছায়া, আর ফিরে আসতে পারে সংসারের হারানো আলো।
রিল ছেড়ে কল্পনার দুনিয়ায় আসতে হবে
চিরদীপা বিশ্বাস ‘জন্মদিনে আইফোন গিফট পেয়ে কী যে খুশি পুঁচকে নাতিটা আমার’- সঙ্গীকে বলতে বলতে পার্কের বেঞ্চিতে এসে বসলেন এক প্রৌঢ়। এমনি সময় জনা তিন-চারেক স্কুল পড়ুয়া ‘আরে রিল দ্যাখ রিল, এইসব নভেলের সামারি তো চ্যাটজিপিটি থেকেই পেয়ে যাবি’- বলে হাসতে হাসতে সামনে দিয়ে চলে গেল। কথোপকথন শুনে দুই প্রৌঢ়ের চোখেমুখে ‘প্রজন্মটা উচ্ছন্নে গেল […] The post রিল ছেড়ে কল্পনার দুনিয়ায় আসতে হবে appeared first on Uttarbanga Sambad .
প্রতিশ্রুতিই সার, লগ্নি বা কর্মসংস্থান কই?
অনিরুদ্ধ দাশগুপ্ত নিউটাউনের কনভেনশন সেন্টারের ঝাড়বাতির আলোর রোশনাই আর বিশ্ব বাংলা গেটের আভিজাত্য এক মুহূর্তের জন্য চোখ ধাঁধিয়ে দিতে পারে। মঞ্চে দাঁড়িয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্পপতিদের উদ্দেশে বলেন, ‘বেঙ্গল মিনস বিজনেস’, আর পালটা প্রশংসায় যখন শিল্পপতিরা রাজ্যকে ‘লগ্নির গন্তব্য’ বলে অভিহিত করেন, তখন মনে হয় সুদিন আর বেশি দূরে নয়। কিন্তু সম্মেলনের আলো নিভলে, […] The post প্রতিশ্রুতিই সার, লগ্নি বা কর্মসংস্থান কই? appeared first on Uttarbanga Sambad .
West Bengal News Today Live: আজই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ
Breaking News in Bengali Live Updates:উত্তরবঙ্গের কোচবিহারের পর বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে সেদিকেও। অপরদিকে, ভোটের পারদ যখন চড়ছে, সেই সময় আবার খবর শেখ শাহজাহান। গতকাল তাঁর একটি মামলার সাক্ষ্য দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অন্যতম সাক্ষী। তারপর থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে। আজ সারাদিন ঠিক কী কী ঘটল? চোখ রাখুন লাইভে।
Selling US Passports |৯ কোটিতে মার্কিন পাসপোর্ট বিক্রি ট্রাম্পের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আবারও চমক দিলেন, তবে এবার তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। মার্কিন নাগরিকত্ব এখন আর স্বপ্ন নয়, স্রেফ পকেটের জোরের ব্যাপার। পকেটে যদি থাকে ১০ লাখ ডলার—অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ৮৫ লাখ টাকা (প্রায় ৯ কোটি)—তবেই মিলবে স্বপ্নের ‘গোল্ড কার্ড’ আর তার হাত ধরে আমেরিকার […] The post Selling US Passports | ৯ কোটিতে মার্কিন পাসপোর্ট বিক্রি ট্রাম্পের appeared first on Uttarbanga Sambad .
পর্দা নয়, বাস্তবের ‘কিং অফ রোম্যান্স’! প্রশ্ন শুনেই আমির বললেন…
আমির বাস্তব জীবনে কতটা রোম্যান্টিক?
আগুন লাগার একঘণ্টার মধ্যেই দেশত্যাগ! গোয়ার নাইটক্লাব মালিকদের পাসপোর্ট বাতিল করল কেন্দ্র
থাইল্যান্ডে লুকিয়ে ক্লাবের দুই মালিক গৌরব এবং সৌরভ লুথরা।
Kolkata News LIVE Updates: নতুন বছর শুরু হওয়ার আগেই রাজ্য সরকারি কর্মীদের দারুণ সুখবর দিল নবান্ন। জানুয়ারি ২০২৬-এ দু’দফায় মোট ১০ দিনের ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। তাতেই উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মীরা।জানুয়ারি মাসে দু'দফা মিলিয়ে মোট ১০ দিনের ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। বছরের প্রথমে এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মধ্যে উল্লাসের চিত্র ধরা পড়েছে। নববর্ষের ছুটি দিয়ে শুরু হবে বিশ্রাম পর্ব। ১০ জানুয়ারি শনিবার, ১১ জানুয়ারি রবিবার এবং ১২ জানুয়ারি সোমবার জাতীয় যুবদিবস উপলক্ষে ছুটি থাকবে। এরপর ১৪ জানুয়ারি বুধবার মকর সংক্রান্তির ছুটি। ফলে মাঝে মঙ্গলবার ছুটি নিলে সরকারি কর্মীরা টানা ৫ দিনের দুর্দান্ত ছুটি উপভোগ করতে পারবেন। এখানেই শেষ নয়। জানুয়ারির শেষ সপ্তাহেও থাকছে টানা ছুটি। ২৩ জানুয়ারি শুক্রবার নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোর ছুটি ঘোষণা করা হয়েছে। ২৪ জানুয়ারি শনিবার, ২৫ জানুয়ারি রবিবার এবং ২৬ জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবসে ছুটি থাকায় টানা বিশ্রাম মিলবে রাজ্য সরকারি কর্মীদের। সব মিলিয়ে জানুয়ারিতে দু’দফায় মোট ১০ দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। কাজেই এখন থেকেই এই তালিকা অনুসারে অধিকাংশ সরকারি কর্মচারী পরিবার নিয়ে ছুটি কাটানোর দারুণ প্ল্যানিং সেরে নিয়েছেন। যারা এখনও ভাবছেন তারা বছরের প্রথমে টানা ছুটির মজা উপভোগ করতে চটজলদি করে ফেলুন দুর্দান্ত 'হলিডে প্ল্যানিং'। আরও পড়ুন- বাংলাদেশে বিতাড়িত হওয়ার আতঙ্কে ৭৬ বছরের বৃদ্ধা, ২০০২ এ নাম থাকা সত্ত্বেও ভিটে মাটি হারানোর ভয়.... শীতের আমেজে জমে উঠেছে রাজ্য, দার্জিলিংয়ে পারদ নামল ৪ ডিগ্রিতে রাজ্যে শীতের আমেজ অব্যাহত। বুধবার দার্জিলিঙে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মরসুমে অন্যতম সর্বনিম্ন। দক্ষিণবঙ্গেও শীতের দাপট কম নয়। বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায়ও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় বৃহস্পতিবার তাপমাত্রা থাকবে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সকালবেলায় হালকা কুয়াশা আচ্ছন্ন থাকতে পারে আকাশ।দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। নতুন কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি না হওয়ায় শীতের দাপট আপাতত বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আরও পড়ুন- ভয়ঙ্কর অভিযোগ এনে দল ছাড়তে চলেছেন দাপুটে তৃণমূলনেত্রী ! হুমায়ুন কবীরের পথে এবার শাহনাজ?
আজই কৃষ্ণনগর থেকে ২০ হাজার কিমি রাস্তার শিলান্যাস মুখ্যমন্ত্রীর, কাজ শুরু কবে?
রাজ্যের কোষাগার থেকে খরচ হতে চলেছে প্রায় ৮৪৮৭ কোটি টাকা।
Kolkata: এই তথ্য পেয়েই কার্যত ক্ষুব্ধ কমিশন। নির্বাচন কমিশনের মনে হয়েছে এই নতুন ভোটগ্রহণ তৈরি করা নিয়ে ডিইও-দের উদাসীন মনোভাব রয়েছে। কমিশনও কার্যত অবাক। তাদের মনে হয়েছে বাকি যে রাজ্যগুলিতে এসআইআর হচ্ছে, সেখানের কোথাও থেকে এমন রিপোর্ট আসেনি। শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই এসেছে এই ধরনের রিপোর্ট।
বলিউডের ইতিহাসে, অমিতাভ বচ্চনের কেরিয়ার যেমন সাফল্যে ভরপুর, তেমনই কিছু দুঃসহ অধ্যায়ও রয়েছে, যা আজও তাঁর পরিবারকে বেদনাতুর করে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ১৯৮২ সালের কুলি দুর্ঘটনা, যেখানে সহ-অভিনেতা পুনিত ইসারের সঙ্গে, একটি স্টান্ট দৃশ্য শুট করতে গিয়ে গুরুতরভাবে আহত হন বিগ বি। এই ঘটনা শুধু চলচ্চিত্র জগতকেই নাড়া দেয়নি, উদ্বেগে ফেলে দিয়েছিল পুরো দেশকে। সম্প্রতি অভিনেতা অভিষেক বচ্চন সেই অন্ধকার সময়ের স্মৃতিচারণ করলেন। এবং জানালেন কীভাবে তাদের পরিবার, সে সময়ের মানসিকভাবে মোকাবিলা করেছিল। ইউটিউব চ্যানেল পিপিং মুন-এর এক আলাপচারিতায় অভিষেক বলেন, দুর্ঘটনার সময় তাঁর বয়স ছিল মাত্র ছয়। তবুও সেই রাতের দৃশ্য তিনি আজও স্পষ্ট মনে করতে পারেন। তিনি জানান, তিনি ও তাঁর বোন শ্বেতা, তখন এক হোটেলে ছিলেন এবং অপেক্ষা করছিলেন শুটিং শেষে বাবার ফেরার। রাতের অন্ধকারে যখন অমিতাভকে ফিরতে দেখেন, তখন তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন মানুষ, যারা তাঁকে ধরে ধরে হাঁটতে সাহায্য করছিলেন। শিশুমনে কিছুই বুঝতে না পেরে, অভিষেক বাবাকে জড়িয়ে ধরতে এগিয়ে যান, কিন্তু ব্যথার কারণে অমিতাভ তাঁকে দূরে সরিয়ে দেন। অভিষেক বলেন, “আমি জানতাম না তিনি আঘাত পেয়েছেন, তাই আমি রাগ করে সারা রাত কাটিয়েছিলাম।” গৌরবের সঙ্গে ব্রেকফাস্ট ডেট! গুঞ্জনের ইতি টানলেন করণের প্রাক্তন আসলে পরিস্থিতি কতটা গুরুতর ছিল তা দুই শিশুই জানত না। অভিষেক জানান, মা জয়া বচ্চন অক্লান্ত চেষ্টা করেছিলেন, যাতে সন্তানদের ওপর, কোনও ধরনের মানসিক আঘাত না আসে। হাসপাতালে যাওয়াটাকেই তিনি পরিণত করেছিলেন এক ধরনের খেলায়। শিশুদের কাছে ডাক্তারের পোশাক পরা, মাস্ক লাগানো- এসব ছিল আনন্দের বিষয়। জয়ার গল্প আর অভিনব খেলাগুলি হাসপাতালে থাকা ড্রিপ, টিউবগুলোকেও ‘ঘুড়ি’-র মতো মনে করাতো শিশুদের কাছে। ফলে পরিস্থিতির বাস্তবতা তারা বুঝতেই পারেনি। শাহরুখ-পুত্রকে দেখে মুগ্ধ তৃণা, অভিনেত্রীকে কলকাতা প্রসঙ্গে কী বললেন আরিয়ান? অভিষেকের মতে, পরিবার যে মানসিকভাবে ভেঙে পড়েনি, তার সম্পূর্ণ কৃতিত্ব তাঁর মা জয়ার। তিনি বলেন, “আমি কখনও দেখি না মা কাঁদছেন বা ভেঙে পড়ছেন। তিনি সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন।” তখন জয়ার বয়স ছিল ত্রিশের কোঠায়, সঙ্গে দুই ছোট সন্তান। তবুও তিনি দৃঢ়ভাবে পুরো পরিবারকে আগলে রেখেছিলেন। অভিষেক বলেন, “আমরা বুঝতেই পারিনি সেটা কতটা বেদনাদায়ক সময় ছিল-কারণ বাবা-মা কখনও তা বুঝতে দেননি।”
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Modi-Netanyahu)। বুধবার সন্ধ্যায় মোদিকে ফোন করেন তিনি (Telephone call)। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একথা জানানো হয়েছে। দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা (Gaza peace plan) দ্রুত বাস্তবায়নে […] The post Modi-Netanyahu | মোদির সঙ্গে ফোনালাপ নেতানিয়াহুর! গাজা শান্তিচুক্তি-সন্ত্রাসবাদ সহ আলোচনায় উঠল আর কোন প্রসঙ্গ? appeared first on Uttarbanga Sambad .
নামই শোনেনি অনেকে! ভারতীয় সেনা চালাচ্ছে Project Kusha, শত্রুদের ভয় পেতেই হবে এর কাজ জানলে…
Indian Air Force: এই সিস্টেমের M2 ও M3 ইন্টারসেপ্টরের জন্য উন্নত মোবাইল লঞ্চার ডিজাইন ও তৈরি করছে ডিআরডিও (DRDO)-র ভেহিকেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসটাবলিশমেন্ট (Vehicle Research and Development Establishment)। লঞ্চারটিতে মাল্টি-টিউব কনফিগারেশন থাকবে এবং দ্রুত মোতায়েন ও রিলোড যোগ্য হবে।
হুমায়ুনের ৮ হায়দরাবাদি বাউন্সার নাকি কলকাতার! ‘ষড়যন্ত্র চলছে’, মন্তব্য ক্ষুব্ধ বিধায়কের
ফের প্রতারণার শিকার হুমায়ুন!
জয় নিয়ে আত্মবিশ্বাসী, আজ সূর্য-গিলদের ব্যাটে রান চাইছেন ‘গুরু’গম্ভীর
কটকে ভারতীয় ব্যাটিং একেবারেই ছন্দে ছিল না।

24 C