Kaliachak |স্মৃতি ফেরায় ৩৫ বছর পর বাড়িতে প্রত্যাবর্তন পরিযায়ী শ্রমিকের, তাঁকে দেখে উচ্ছ্বসিত পরিবার
কালিয়াচক: ৩৫ বছর পর বাড়িতে প্রত্যাবর্তন এক নিখোঁজ ব্যক্তির। কিশোর বয়সে কালিয়াচকের নওদা যদুপুর এলাকার বাসিন্দা জাহিদ শেখ পঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজে যান। এরপর আর বাড়ি ফেরেননি। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। এখন তিনি বিবাহিত, বয়সের দিক থেকে প্রায় মধ্যবয়স্ক। শনিবার স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে বাড়ি ফেরেন জাহিদ। তাঁকে দেখে উচ্ছ্বসিত পরিবারের […] The post Kaliachak | স্মৃতি ফেরায় ৩৫ বছর পর বাড়িতে প্রত্যাবর্তন পরিযায়ী শ্রমিকের, তাঁকে দেখে উচ্ছ্বসিত পরিবার appeared first on Uttarbanga Sambad .
স্ত্রীকে খুন করে মৃতদেহের সঙ্গে সেলফি! হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি আপলোড যুবকের
'বেইমানির দাম মৃত্যু', স্ত্রীর মৃতদেহের সঙ্গে সেলফিতে ক্যাপশন যুবকের!
যোগ্যদের পুনরায় নিয়োগ নিশ্চিত, ২৬ হাজার চাকরি বাতিলে পুনর্বিবেচনার আর্জি উড়িয়ে ‘সুপ্রিম’মত
২০১৬ সালের SSC-র শিক্ষক নিয়োগ প্যানেল সম্পূর্ণ বাতিল হয়েছে।
গান পয়েন্টে মহিলা ব্যবসায়ীকে নগ্ন করে ভিডিও! মুম্বইয়ে প্রকাশ্যে ফার্মা বসের কুকীর্তি
মুখ খুললে ছবি-ভিডিও ভাইরালের হুঁশিয়ারি!
Murshidabad: পরীক্ষাকেন্দ্রে হয়ে গেল পরীক্ষার্থী বদল! কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বড় প্রতারণা
Murshidabad Recruitment Scam: অরুণ শিকদার ও বিধান শিকদারের বাড়ি নদিয়ার তেহট্ট এলাকায়। সন্দীপ মণ্ডল মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, পরিকল্পনা করে একজনের বদলে আরেকজনকে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয়েছিল। পরীক্ষা কেন্দ্রের ভিতর মোবাইল ব্যবহার করছিল।
Balurghat Hospital |কুকুরের দৌরাত্ম্য বালুরঘাট জেলা হাসপাতালে, পুরসভার সাহায্য চাইল কর্তৃপক্ষ
সুবীর মহন্ত, বালুরঘাট: হাসপাতালে ‘রাউন্ডে’ সারমেয় বাহিনী। ওয়ার্ডের বারান্দায় শুধু বিচরণ সীমাবদ্ধ থাকলে হয়তো তেমন বড় সমস্যা হত না। কিন্তু সিঁড়ি ভেঙে দোতলায় পৌঁছে যাওয়া, রোগীর পরিজনদের হাত থেকে খাবারের প্যাকেট ছিনিয়ে নেওয়া, ঘটছে প্রায়দিনই। তাই সারমেয় বা কুকুরদের দৌরাত্ম্য বন্ধে রবিবার পুরসভার সঙ্গে বৈঠকে বসল বালুরঘাট জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, এমন দৌরাত্ম্য […] The post Balurghat Hospital | কুকুরের দৌরাত্ম্য বালুরঘাট জেলা হাসপাতালে, পুরসভার সাহায্য চাইল কর্তৃপক্ষ appeared first on Uttarbanga Sambad .
Elon Musk on Starlink: শহরে চলবে না, স্টারলিঙ্ক শুধুই গ্রামের জন্য? স্পষ্ট জানালেন ইলন মাস্ক!
Starlink CEO Elon Musk on Service: স্যাটেলাইট ইন্টারনেটের সার্ভিসের ক্ষেত্রে অনেকটা ছড়ানো জায়গায় পরিষেবা দিয়ে থাকে। অনেকটা টর্চের আলোর মতো। প্রতিটি স্যাটেলাইট একটি নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীকেই পরিষেবা দিতে পারে। ফলে উঁচু উঁচু বাড়ি দিয়ে ঘেরা শহরের বিরাট চাহিদার চাপ কখনই সামলাতে পারবে না স্টারলিঙ্ক।
Viparita Karani Yoga: আজকের ব্যস্ত জীবনে মানসিক চাপ, ক্লান্তি, মাথা ঘোরা, পায়ের ব্যথা, পায়ে ফোলাভাব এবং ঘুমের সমস্যা প্রায়ই দেখা যায়। দিনভর কাজের চাপে শরীর ভারী লাগে, পা ফুলে ওঠে এবং মন অস্থির হয়ে পড়ে। কিন্তু এমন একটি সহজ যোগভিত্তিক পদ্ধতি আছে, যেটি প্রতিদিন মাত্র ১০ মিনিট করলেই শরীর ও মনের ক্লান্তি ভীষণভাবে দূর হয়। সেটি হল, দেওয়ালে পা তুলে শোওয়া, যেটিকে যোগব্যায়ামে বলা হয় বিপরীত করণী। আধুনিক ভাষায় অনেক স্বাস্থ্য কোচ একে দেওয়ালে পা রাখা যোগ (Leg Up The Wall Yoga) বলে থাকেন। কারণ, এইভাবে রাখলে শরীরের অবস্থান সম্পূর্ণ শিথিল থাকে এবং রক্ত চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক ভালোভাবে কাজ করতে শুরু করে। কাজে লাগান এই জনপ্রিয় আসন এই যোগাসনটি এত জনপ্রিয় হওয়ার কারণ হল, এটি করতে কোনও বিশেষ দক্ষতা লাগে না। বাড়ির মধ্যে একটি ফাঁকা জায়গা, একটি দেওয়াল এবং একটি ম্যাট থাকলেই এই অনুশীলনটি করা যায়। মহিলা স্বাস্থ্য বিশেষজ্ঞ নিধি কক্কর তাঁর ভিডিওতে ব্যাখ্যা করেছেন যে প্রতিদিন মাত্র ১০ মিনিট এই আসনে শুয়ে থাকলেই মন শান্ত হয়, পায়ের ব্যথা কমে এবং রাতে ঘুমও অনেক ভালো হয়। তিনি বলেন যে সারাদিন দাঁড়িয়ে বা হাঁটাহাঁটি করার কারণে পায়ের শিরা-উপশিরায় যে চাপ তৈরি হয়, এই আসন সেই চাপকে উলটো দিকে সরিয়ে দেয়। ফলে পা হালকা লাগে, ফুলে থাকা অনেকটাই কমে যায় এবং শরীরের রক্তপ্রবাহ আরও শক্তিশালী হয়। View this post on Instagram বিপরীত করণী করতে হলে প্রথমে আপনাকে মাটিতে চাদর বা ম্যাট বিছিয়ে শুয়ে পড়তে হবে। এরপর পিঠ সোজা রেখে পা দুটি তুলে দেয়ালে সোজাভাবে ঠেকিয়ে রাখতে হবে। হাত দুটো শরীরের পাশে ঢিলা করে রাখতে হবে এবং দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে পুরো শরীরকে শিথিল করতে হবে। এই অবস্থানে ৫ থেকে ১০ মিনিট থাকলেই শরীর নিজে থেকেই আরাম অনুভব করতে শুরু করবে। ধীরে ধীরে পায়ের ভারী ভাব কমে আসবে, মাথা হালকা লাগবে এবং মনও শান্ত হবে। নিয়মিত অনুশীলনে শরীরের স্নায়ুতন্ত্র স্বাভাবিকভাবে কাজ করে এবং মানসিক চাপ কমে যায়। আরও পড়ুন- আজ ১লা ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস, নতুন করে সচেতনতার শপথ গ্রহণের দিন শরীরের হজমক্ষমতাও এই আসনের মাধ্যমে উন্নত হয়। অনেক সময়ই দেখা যায় পেটে ভারী ভাব, হজমে সমস্যা বা ফোলাভাব তৈরি হয়—দৈনন্দিন দৌড়ঝাঁপে সেগুলো আরও বেড়ে যায়। বিপরীত করণী করলে পেটের পেশিতে চাপ না পড়ে বরং সেগুলো শিথিল হয়, যার ফলে স্বাভাবিক হজম ক্রিয়া বজায় থাকে। প্রতিদিন এই অবস্থানে কিছুক্ষণ শুয়ে থাকলে পেটের গ্যাস, ফোলাভাব বা অস্বস্তি কমে যায়। আরও পড়ুন- ভারতের এই ৬টি অদ্ভুত বেগুনি পাখি, যাদের একবার দেখলে চোখ ফেরানো যায় না! সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই আসন লিমফ্যাটিক সিস্টেমকে সক্রিয় করে, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। সারাদিনের দূষণ, ক্লান্তি, অভ্যাসগত ভুল খাদ্যাভ্যাস—সব মিলিয়ে শরীরে যে টক্সিন তৈরি হয়, তা দূর হতে এই আসন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। শরীরের রক্তপ্রবাহ যখন ওপরের দিকে যায়, তখন মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বেড়ে যায়। ফলে মন সতেজ লাগে, মাথার চাপ কমে এবং ব্রেন আরও সক্রিয় হয়। আরও পড়ুন- সূর্য সেনের বিপ্লবী সেনাদলের প্রধান, স্বাধীন ভারতেও জেলে ছিলেন ৮ বছর এই আসনের আরেকটি অন্যতম উপকার হল, এটি ঘুমের গুণগত মান বাড়িয়ে তোলে। যাঁরা অনিদ্রায় ভোগেন বা রাতে ঘুম আসতে দেরি হয়, তাঁরা প্রতিদিন ঘুমানোর আগে ১০ মিনিট বিপরীত করণী করলে অনেকটাই উপকার পাবেন। মন শান্ত হয়, অস্থিরতা কমে এবং শরীর ঘুমের জন্য প্রস্তুত হয়। নিধি কক্কর বলেন যে এই আসনের মাধ্যমে শরীরের উত্তেজনা অনেকটাই কমে যায়, যা গভীর ঘুমে পৌঁছাতে সাহায্য করে। আরও পড়ুন- এই মন্দিরে প্রার্থনা নাকি ব্যর্থ হয় না, জাগ্রত দেবী গড়বেতার সর্বমঙ্গলা দিনের যে কোনও সময়ে এই আসন করা যায়, তবে বিশেষজ্ঞের মতে ঘুমানোর আগে এটি করলে উপকার সবচেয়ে বেশি হয়। সারাদিনের ক্লান্তি একইসঙ্গে কমে যায়, আর পরের দিন সকালে শরীরও অনেক ফ্রেশ অনুভব হয়। ধীরে ধীরে এটি যদি আপনার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যায়, তাহলে মানসিক ও শারীরিক স্বাস্থ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাবে। দেয়ালে পা তুলে শোওয়া বা বিপরীত করণী একটি অত্যন্ত সহজ, কিন্তু বেশ কাজের যোগ পদ্ধতি। ব্যয়াম না করেও শুধু এই আসনটি করলেই শরীর-মন দুটি সতেজ থাকে। এই আসন এখন বিশ্বজুড়েই জনপ্রিয় হয়ে উঠছে কারণ এর উপকার একাধিক এবং এটি করতে কোনও বিশেষ দক্ষতা বা কঠিন কৌশল প্রয়োজন হয় না। তাই যত ব্যস্ত জীবনই হোক, প্রতিদিন ১০ মিনিট নিজের জন্য রাখুন এবং এই সহজ অভ্যাসটি অনুসরণ করুন। শরীর-মন দুটোই আপনাকে ধন্যবাদ দেবে।
Parliament: শীতকালীন অধিবেশন শুরুর আগেই ছন্নছাড়া বিরোধীরা, কেন গেল না তৃণমূল?
Opposition Parties: এ দিন সংসদের অধিবেশন শুরুর আগে বৈঠক ডাকেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। সেই বৈঠকে দেখা গেল না তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধিকে। এসআইআর (SIR) নিয়ে সংসদে কী রণকৌশল হবে, তা চূড়ান্ত করতেই বৈঠক হয়।
সৌম্যজিৎ ঘোষ উন্নয়ন ও প্রকৃতি- এই দুইয়ের টানাপোড়েন চিরন্তন। কিন্তু সাম্প্রতিক সময়ে এই টানাপোড়েন এমনভাবে তীব্র হয়েছে যে, তা সরাসরি হুমকি হয়ে উঠেছে মানুষ ও বন্যপ্রাণ- বিশেষত হাতির অস্তিত্বের উপর। বৃক্ষচ্ছেদন, নতুন রেললাইন, বিস্তীর্ণ চা বাগানের সম্প্রসারণ, দ্রুত বাড়তে থাকা মানব বসতি- এসবই হাতিদের ঐতিহ্যগত চলাচলের পথকে টেনে এনেছে এক গভীর সংকটে। মানুষের অগ্রগতির নামে […] The post হাতি-রেল সংঘাত : এক গভীর সংকট appeared first on Uttarbanga Sambad .
বিয়ে স্থগিত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে পলাশ, বিমানবন্দরে স্মৃতির ‘হবু’স্বামীর সঙ্গে কে?
বিমানবন্দরে বেশ হাসিমুখেই দেখা যায় পলাশকে।
Voters of Bangladesh |ওপার বাংলার স্বাস্থ্যকর্মী এপারের ভোটার, অভিযোগ ঘিরে শোরগোল রায়গঞ্জে
দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীর নাম রায়গঞ্জের ভোটার তালিকায়! পরিবার সহ ওই বাংলাদেশি দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন বলেও অভিযোগ। জেলা শাসকের দপ্তরে এমন অভিযোগ জমা পড়তেই শোরগোল ছড়িয়েছে প্রশাসনিক মহলে। অভিযোগের ভিত্তিতে শুনানিও হয়েছে। সেই শুনানিতে অভিযুক্ত দীপক তরফদার হাজির ছিলেন বলে জানিয়েছেন বিএলও। এদিকে, দীপকের স্ত্রী অঞ্জলি তরফদারের নাম ২০০২-এর […] The post Voters of Bangladesh | ওপার বাংলার স্বাস্থ্যকর্মী এপারের ভোটার, অভিযোগ ঘিরে শোরগোল রায়গঞ্জে appeared first on Uttarbanga Sambad .
বিহার বিধানসভা নির্বাচনের ফল দেখে পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্ব আশার আলো দেখতে শুরু করেছে। বিহারে মূলত বিজেপি-জেডিইউ-এলজিপি’র (রামবিলাস) এনডিএ ২৪৩ আসনের মধ্যে ২০২টি জিতেছে। এই জয়ের পিছনে নীতীশ কুমারের সুশাসনের ভাবমূর্তি, নির্বাচনের প্রাক্কালে দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে এককালীন দশ হাজার টাকা জমা ইত্যাদি যেমন আছে, তেমনই আছে বিহারজুড়ে মোদি-শা’র আগ্রাসী প্রচারের মতো অন্যান্য অনুঘটক। বিহারে এনডিএ’র […] The post আত্মসন্তুষ্টি appeared first on Uttarbanga Sambad .
TMC MP Abhishek Banerjee: সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, বিরোধীদের যে কোনও দাবি বা প্রশ্নকে সরকার ‘ড্রামা’ বলে আখ্যা দিচ্ছে। SIR নিয়ে আলোচনার দাবি জানানো হলে তা উপেক্ষা করে সরকার বলছে, এটা বিরোধীদের নাটক। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আরও পড়ুন- রাজ্যে কবে বিধানসভা নির্বাচন? জানিয়েই দিলেন শুভেন্দু অধিকারী অভিষেকের অভিযোগ, “বিরোধীরা যদি মানুষের দাবি নিয়ে সংসদে প্রশ্ন তোলে, তা কি সেটা নাটক? নোটবন্দির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তখনও সাধারণ মানুষকে লাইনে দাঁড় করে মারা হয়েছিল তখনও দায় চাপানো হয়েছিল অন্যদের উপর। সরকার তাহলে কীসের দায় নেবে?” দেশের বর্তমান পরিস্থিতিতে বিস্ফোরণ, হামলা ও সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ার ঘটনায় কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর প্রশ্ন, “দেশে এত বিস্ফোরণ, হামলার ঘটনা ঘটছে সে সবের দায় কার? পাশাপাশি SIR চলাকালীণ ৪০ জনের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এত মৃত্যু সত্ত্বেও দায় এড়াতে চাইছে কেন্দ্র।” আরও পড়ুন- বছরের শেষ মাসের প্রথম দিনে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, কলকাতার দর শুনে চমকে যাবেন SIR ইস্যুতে বিরোধীদের অবস্থান নিয়ে অভিষেক আরও বলেন, “আমরা SIR এর বিরুদ্ধে নই। আমরা SIR পদ্ধতি ও তা প্রয়োগের বিপক্ষে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, আমরা যখন আলোচনা চাইছি, সরকার বলছে এটা নাটক। তাহলে গণতন্ত্র কোথায়?”সরকার সবেতেই দায় এড়াতে চাইছে বলে উল্লেখ করে তিনি বলেন, বিরোধীদের দায়িত্বশীল ভূমিকা পালনের সুযোগ দেওয়া হচ্ছে না।” এদিন অধিবেশনের প্রাক্কালে প্রধানমন্ত্রী সংসদে আসন্ন অধিবেশন নিয়ে ঐক্য ও দায়িত্ববোধের বার্তা দিলেও, বিরোধীদের অভিযোগ, সরকার আলোচনা এড়িয়ে যেতে চাইছে। শীতকালীন অধিবেশন চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত, আর সরকারের তরফে মোট ১৪টি বিল পেশ হওয়ার কথা। SIR নিয়ে আলোচনা চাইলেই নাটক? আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয় ২’ প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রীর সুরেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ ডায়মণ্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের। আরও পড়ুন- অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি SIR -এর চাপে রাজ্যে পরপর মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি এদিন কেন্দ্রীয় সরকারকে সরাসরি নিশানা করেছেন। পাশাপাশি এদিন SIR প্রক্রিয়া ও পদ্ধতিগত প্রয়োগ নিয়েও তিনি প্রশ্ন তুলে বলেন,বিএলওদের নির্দিষ্ট কোন ট্রেনিং নেই। বিএলও অ্যাপ যথাযথ কাজ করছে না। অমানুষিক চাপে কাজ করতে হচ্ছে বিএলওদের। SIR নিয়ে শুরু থেকে লাগাতার বিজেপি-কমিশনকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। এদিন ফের কমিশনকে নিশানা করে অভিষেক বলেন, আমরা SIR-প্রক্রিয়ার বিরোধী নই। সময় নিয়ে, যথাযথ পদ্ধতি মেনে SIR পরিচালনা করুক কমিশন। হাতে গোণা আর মাত্র কয়েকটা দিন। তার পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। ঠিক নির্বাচনের মুখেই কেন SIR সেই প্রশ্ন তুলে ডায়মণ্ডহারবারের সাংসদ বলেন, SIR নিয়ে কমিশন থেকে শুরু করে কেন্দ্রের কেন এত তাড়াহুড়া? মোদী-শাহকে প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, যাদের ভোটে জয়ী হয়ে ক্ষমতায় বসেছেন তারাই আজ অবৈধ? কেন কাশ্মীর থেকে কন্যাকুমারী SIR নয় সেই প্রশ্নও তুলেছেন তিনি। ৫টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি কমিশন। আরও পড়ুন- SIR চলকালীন বিজেপি শাসিত রাজ্যে চরম হেনস্থা, বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ভয়ঙ্কর অভিযোগ একই সঙ্গে এদিন অভিষেকের গলায় উঠে এসেছে কেন্দ্রীয় বঞ্চনার গুরুতর অভিযোগ। বাংলার ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সাত বছরে বাংলা থেকে ৬ লক্ষ ৫০ হাজার ১২১ টাকা তুলেছে কেন্দ্র। অথচ সেই বাংলাকেই বঞ্চনা করা হচ্ছে, তোপ অভিষেকের। তিনি এদিন আরও বলেন, কে নাটক করছে গোটা দেশ দেখছে। জবাব নেই বলেই সংসদে আলোচনা করতে চাইছে না কেন্দ্র। বঙ্গ বিজেপিকে নিশানা ছুঁড়ে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে লেজেগোবরে করার হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের। রোহিঙ্গা-বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে অভিষেক বলেন, বাংলায় যদি রোহিঙ্গারা ঢোকে অমিত শাহের ইস্তফা দেওয়া উচিত। SIR হলে তৃণমূলের আসন বাড়বে আত্মবিশ্বাসী যুবরাজ। আরও পড়ুন- '৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক
শিব সাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়লেন রাজ-সামান্থা, চুপিসারে কোথায় হল বিয়ের অনুষ্ঠান?
দ্বিতীয়বার বিয়ে করলেন দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু।
বাতাস-বিষ দিচ্ছে মৃত্যুর হাতছানি
চিরঞ্জীব রায় দিনকয়েক আগে দিল্লিতে হাঁটতে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। স্রেফ শ্বাস নেওয়ার ‘দোষ’-এ! যে বাতাস ছাড়া মানুষের আয়ুর অস্তিত্বই নেই, সেই বাতাসই আজ প্রাণঘাতী, তীব্রভাবে বিষাক্ত। তাই এই ঘটনা ক্ষুদ্র হলেও হিমশৈলের চূড়ার মতো ভয়ংকর সংকেত— মৃত্যুঘণ্টার আগাম আওয়াজই যেন। প্রায় একশো চল্লিশ কোটি মানুষের এক বিরাট অংশ প্রতিদিন […] The post বাতাস-বিষ দিচ্ছে মৃত্যুর হাতছানি appeared first on Uttarbanga Sambad .
নারী নিরাপত্তায় এগিয়ে উত্তরপ্রদেশ, যোগীরাজ্যে সুশাসনের প্রতীক ‘মিশন শক্তি’
রাজ্যে ১,৬৬৩টি পুলিশ স্টেশনে 'মিশন শক্তি সেন্টার' তৈরি হয়েছে।
Dharmendra last times: 'নিজেকে নিষ্ঠুর…', ধর্মেন্দ্রর শেষ অবস্থা নিয়ে হৃদয়ভাঙা স্বীকারোক্তি হেমার
প্রবীণ অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং দীর্ঘদিনের সহকর্মী ধর্মেন্দ্রর মৃত্যুর সময় দিল্লিতে ছিলেন। মুম্বাই ফিরে এসে তিনি সঙ্গে সঙ্গে দেখা করেন প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে- সানি দেওল, ববি দেওল, পুত্রবধূ তানিয়া দেওল এবং তাঁদের সন্তানদের সঙ্গে। সোমবার শত্রুঘ্ন সিনহা জানান, তিনি ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী ও তাঁদের দুই মেয়ে এষা এবং অহনাকেও সান্ত্বনা জানাতে গিয়েছিলেন। সিনহা এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন, “আমাদের প্রিয় পারিবারিক বন্ধু হেমাজি–র সঙ্গে দেখা হল। ধর্মজি, আমাদের বড় ভাই, এই অপূরণীয় ক্ষতির সময় তাঁর সঙ্গে দেখা করা হৃদয়বিদারক। তাঁর দুই মেয়ে এশা এবং অহনা- এর সঙ্গে কথা বলেছি এবং তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। তিনি নিজের, স্ত্রী পুনম সিনহা, ধর্মেন্দ্র, হেমা মালিনী ও প্রয়াত সুনীল দত্তের পুরনো ছবিও শেয়ার করেন। ইয়ালিনির বার্থডে মানেই উৎসব, এ বছরও জগন্নাথের পুষ্প অভিষেক অভিনেতা-রাজনীতিকদের এই বন্ধুত্বে রাজনৈতিক রংও রয়েছে। ধর্মেন্দ্র ও হেমা মালিনী বিজেপির সদস্য, শত্রুঘ্ন সিনহা দীর্ঘদিন ছিলেন বিজেপিতে, বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাংসদ। অন্যদিকে সুনীল দত্ত ছিলেন কংগ্রেস নেতা। সিনহা লিখেছেন, “ধর্মজি ছিলেন দয়ালু, নম্র এক মানুষ। তিনি আজ আর নেই, কিন্তু তাঁর স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। এই কঠিন সময়ে তাঁর পরিবারের শান্তি ও শক্তির কামনা করি।” শুক্রবার তিনি দেওল পরিবারের সঙ্গেও দেখা করেন এবং সেই সাক্ষাৎকে “হৃদয়স্পর্শী” বলে উল্লেখ করেন। সানি ও ববির সঙ্গে পুরনো ছবিও পোস্ট করেন। এক্স- এ তিনি লেখেন, “দিল্লি থেকে ফিরে হৃদয় ভাঙা অবস্থায় তাঁদের বাড়ি গিয়েছিলাম। সানি, ববি, তানিয়া, তাঁদের ছেলে ধরম ও বিশেষ করে আর্যমান- সবাইকে দেখে খুব ভালো লেগেছে। ধর্মজি যে অসাধারণ মানুষ ছিলেন, আজও তার প্রমাণ তাঁর পরিবার। উনি অসংখ্য মানুষের জীবন ছুঁয়ে গেছেন, সেখানেই তাঁর অমরত্ব।” Dharmendra Emotional Reaction: ধর্মেন্দ্রের নাতির অপমান!, করণকে মাটিতে আছাড় মেরে বলেছিল, “তুই সানি দেওলের ছেলে!” কী এমন হয়েছিল জানেন? এদিকে, সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা হামাদ আল রেমানিও তাঁর ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেছেন হেমা মালিনীর সঙ্গে আলাপের কথা। রেমানির দাবি, হেমা দুঃখ প্রকাশ করে বলেছেন- ধর্মেন্দ্রর শেষ মুহূর্তে ভক্তরা তাকে দেখার সুযোগ পাননি। অভিনেতা জীবনে কখনও চাননি কেউ তাঁকে দুর্বল অবস্থায় দেখুক, পরিবারের কাছেও লুকিয়ে রাখতেন তাঁর যন্ত্রণা। রেমানির কথায়, হেমা চোখের জল মুছে বলেন, “শেষ দিনগুলো অত্যন্ত কষ্টের ছিল… নিষ্ঠুর মনে হচ্ছিল নিজেকে। আমরা পর্যন্ত তাঁর সেই যন্ত্রণা দেখা সহ্য করতে পারিনি। ভক্তদের পক্ষে তো তা অসম্ভব হতো।”
Samantha Ruth Prabhu |চুপিসারে দ্বিতীয় বিয়ে সম্পন্ন! সাতপাকে বাঁধা পড়লেন সামান্থা-রাজ? জল্পনা তুঙ্গে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্পর্কের গুঞ্জন ছিল দীর্ঘদিন ধরেই। এবার বলিউডের সেই জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর (Raj Nidimoru) সঙ্গেই চুপিসারে দ্বিতীয় বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। বিনোদনজগতে এনিয়ে জল্পনা তুঙ্গে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সকালেই তামিলনাডুর কোয়েম্বাটোরে (Coimbatore) লিঙ্গ ভৈরবী মন্দিরে (Linga Bhairavi Temple) চার হাত এক হয়েছে সামান্থা […] The post Samantha Ruth Prabhu | চুপিসারে দ্বিতীয় বিয়ে সম্পন্ন! সাতপাকে বাঁধা পড়লেন সামান্থা-রাজ? জল্পনা তুঙ্গে appeared first on Uttarbanga Sambad .
PM Narendra Modi: ড্রামা নয়, বিরোধীদের ডেলিভার করতে বললেন প্রধানমন্ত্রী মোদী
PM Modi in Parliament: সরাসরি আক্রমণ করে বলেছেন, “ড্রামা করার অনেক জায়গা আছে, সংসদে ড্রামা নয়, ডেলিভার করুন। স্লোগান দেওয়ার জন্য গোটা দেশ ফাঁকা পড়ে আছে, যেখানে হেরে গিয়েছেন, সেখানে বলেছেন। যেখানে হারবেন, সেখানে গিয়েও বলুন।”
ভুল বৃত্তে কিশোরীরা, স্কুল-সমাজের দায়িত্ব অনেক
অনিন্দিতা গুপ্ত রায় ‘ম্যাম, আগের পরীক্ষাগুলো দিইনি। অ্যানুয়ালটা দিতে পারব তো?’ ক্লাস এইটে ওঠার পর টানা প্রায় দশ মাস একদিনও স্কুলে না আসা রমিতাকে দেখে অবাক হই। এই সময়ের মধ্যে স্কুলের রেকর্ডে থাকা তার ফোন নম্বরে তাকে পাওয়া যায়নি। সহপাঠীরা কেউ সঠিক খবর দিতে পারেনি। একবার তার এলাকার একজনের কাছে খবর নিতে গিয়ে জানা গিয়েছিল […] The post ভুল বৃত্তে কিশোরীরা, স্কুল-সমাজের দায়িত্ব অনেক appeared first on Uttarbanga Sambad .
SIR নিয়ে সিইও দপ্তরে নালিশ জানাতে শুভেন্দুরা, ‘গো ব্যাক’স্লোগান বিএলও অধিকার রক্ষা কমিটির
দফায় দফায় উত্তেজনা কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে।
Dilip Ghosh |মধুচন্দ্রিমায় দিলীপ-রিঙ্কু! হাতে হাত রেখে সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন ‘যুগলে’
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়ের ৭ মাস পর হানিমুনে দিলীপ-রিঙ্কু। চলতি বছর ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন বছর ৬০ এর দিলীপ ঘোষ। সংঘ পরিবারের সদস্য হয়েও বিয়ে! এনিয়ে সে সময় প্রচুর সমালোচনা হয়েছিল। এমনকি দলের তরফেও তাঁকে নাকি বারণ করা হয়েছিল বিয়ে করতে। কিন্তু সব কিছু উপেক্ষা করে রিঙ্কু মজুমদারকে বিয়ে করেন বঙ্গ রাজনীতির ‘লৌহপুরুষ’ […] The post Dilip Ghosh | মধুচন্দ্রিমায় দিলীপ-রিঙ্কু! হাতে হাত রেখে সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন ‘যুগলে’ appeared first on Uttarbanga Sambad .
‘বিরাট-রোহিতের রান ছাড়া দু’শোও পেরত না ভারত’, গম্ভীরকে বিঁধে বার্তা প্রাক্তনীর
তাঁর মতে, টিম ইন্ডিয়াকে বাঁচানোর প্রধান কারিগর রো-কো জুটি।
শান্তিপুরে বৃদ্ধার বাড়িতে ভুতুড়ে ফর্ম! সম্পত্তির ভাগ বাড়ার আশঙ্কায় চরমে চিন্তা
এই নাম সিলমোহর পেলে ভবিষ্যতে সম্পত্তি নিয়ে সমস্যাও তৈরির আশঙ্কা পরিবারের।
Suvendu Adhikari: রাতারাতি ১ কোটি ২৫ লক্ষ এন্ট্রি, CEO দফতরে বড় অভিযোগ শুভেন্দুর
SIR in West Bengal: ভোটকুশলী সংস্থা আইপ্যাক এসআইআর-এর ডেটা এন্ট্রি করেছে বলেও দাবি করেন শুভেন্দু। বিসিএস, আইএএস-দেরই শুধু ইআরও করতে হবে বলে দাবি করেছেন শুভেন্দু। তাঁর মতে, বহু বাংলাদেশি মুসলমান ও মৃতদের নাম ঢোকানো হয়েছে।
U-17 Asian Cup 2026 |ইরানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে ভারত
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রবিবার আমেদাবাদের ইকেএ এরিনায় শক্তিশালী ইরানকে ২-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের মূলপর্বে পৌঁছে গেল ভারতীয় ফুটবল দল। যদিও ম্যাচের ১৮ মিনিটে আমিররেজার গোলে এগিয়ে গিয়েছিল ইরান। তবে গোল খেলেও ভারত দমে যায়নি। ইরানের বক্সে একের পর এক আক্রমণ শানাতে থাকে বিবিয়ানোর ছেলেরা। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুটা আগে পেনাল্টি […] The post U-17 Asian Cup 2026 | ইরানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে ভারত appeared first on Uttarbanga Sambad .
Abhishek Banerjee |‘এসআইআর নিয়ে আলোচনা চাইলেই নাটক?’, সেবাশ্রয় ২-এর সূচনা মঞ্চ থেকে খোঁচা অভিষেকের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সামনেই বিধানসভা ভোট। তার আগে এবার নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয় ২’ (Sebashroy-2) শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মহেশতলা বিধানসভার বিভিন্ন এলাকায় শুরু হল সেবাশ্রয়ের স্বাস্থ্যশিবির। এদিন সকালে তার উদ্বোধন করলেন অভিষেক। ডায়মন্ড হারবার মহেশতলায় সেবাশ্রয় ২-এর সূচনা মঞ্চ থেকে অভিষেক বলেন, ‘এসআইআর (SIR) নিয়ে আলোচনা চাইলেই […] The post Abhishek Banerjee | ‘এসআইআর নিয়ে আলোচনা চাইলেই নাটক?’, সেবাশ্রয় ২-এর সূচনা মঞ্চ থেকে খোঁচা অভিষেকের appeared first on Uttarbanga Sambad .
Mokshada Ekadashi Varat Katha: মোক্ষদা একাদশী ব্রত কথা! পাঠ করলেই বিরাট উপকার, শুনলে অবাক হয়ে যাবেন
Mokshada Ekadashi Vrat Katha: মোক্ষদা একাদশী সনাতন ধর্মে সেই বিশেষ তিথি, যে তিথিতে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায় এবং ভক্তের জীবন থেকে অশুভ শক্তি, দুঃখ-কষ্ট এবং পূর্বজন্মের পাপকর্ম দূর হয় বলে বিশ্বাস করা হয়। বৈদিক পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালিত হয়। এমনটাও বলা হয় যে, এই তিথি মুক্তি বা পরিত্রাণের দ্বার খুলে দেয়, কারণ 'মোক্ষ' শব্দটির আক্ষরিক অর্থই মুক্তিলাভ। তাই এইদিনে যাঁরা নিষ্ঠাভরে উপবাস, পূজা এবং ব্রতকথা পাঠ করেন, তাঁদের জীবনে শুভ ফল, শান্তি এবং অপার সাফল্য আসে বলেই শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। ব্রতকথা অনুসারে, চম্পকনগর নামে এক সমৃদ্ধ রাজ্যে বৈখনস নামে এক ধর্মপরায়ণ রাজা শাসন করতেন। তিনি ছিলেন প্রজাবৎসল এবং ন্যায়পরায়ণতার জন্য সুপরিচিত। একরাতে রাজা একটি ভয়ংকর স্বপ্ন দেখেন। তিনি দেখতে পান, তাঁর পূর্বপুরুষরা নরকে যন্ত্রণা ভোগ করছেন এবং তাঁকে মুক্তির আরজি জানাচ্ছেন। এই দৃশ্য দেখে রাজা আতঙ্কিত হয়ে পড়েন। সকাল হলে তিনি রাজপুরোহিত ও ব্রাহ্মণদের ডেকে পাঠিয়ে পুরো ঘটনা জানান। রাজা জানান যে স্বপ্নটি তাঁর মনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে এবং তিনি কোনও পথ খুঁজে পাচ্ছেন না। পর্বত ঋষির ভূমিকা ব্রাহ্মণরা তাঁকে উপদেশ দেন যে কাছেই পর্বত ঋষির আশ্রম রয়েছে। তিনি তপস্যা ও জ্ঞানবল দিয়ে অতীত-বর্তমান-ভবিষ্যৎ তিন কালই অবলীলায় দেখতে পারেন। রাজা ঋষির কাছে গেলে ঋষি ধৈর্য ধরে তাঁর স্বপ্নের ব্যাখ্যা দেন। ঋষি তাঁকে জানান যে তাঁর পূর্বপুরুষরা কিছু ভুল কর্মের কারণে নরকে অবস্থান করছেন এবং তাঁদের মুক্তির একমাত্র উপায় মোক্ষদা একাদশীর উপবাস পালন। তিনি বলেন, এই একাদশীর ব্রত পালিত হলে পাপমোচন হয় এবং পূর্বপুরুষরা পরিত্রাণ পান। আরও পড়ুন- এই মন্দিরে প্রার্থনা নাকি ব্যর্থ হয় না, জাগ্রত দেবী গড়বেতার সর্বমঙ্গলা রাজা ঋষির নির্দেশ অনুযায়ী নির্ধারিত রীতি অনুসারে উপবাস, জপ, দান এবং বিশেষ ব্রতকথা (Mokshada Ekadashi Story) শ্রবণ করেন। ব্রত শেষ হওয়ার পরেই রাজার পূর্বপুরুষরা নরকযন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন এবং উচ্চলোক প্রাপ্ত হন। শাস্ত্রে বলা হয়েছে, এই একাদশীর উপবাস করলে শুধু জীবিত ব্যক্তি নয়, তাঁর পিতৃপুরুষ, অশান্ত আত্মা কিংবা পূর্বজন্মের সকল ঋণ এবং পাপ থেকে মুক্তি মেলে। তাই আজও কয়েক লক্ষ ভক্ত এই তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করে জীবনের উন্নতি ও কল্যাণ কামনা করেন। আরও পড়ুন- বহু অলৌকিক কাহিনির সাক্ষী, ৬০০ বছরের ইতিহাস বসিরহাট সংগ্রামপুর কালীবাড়ির ব্রত পালন করার পর ভক্ত সকালে স্নান করে শুদ্ধচিত্তে ভগবান বিষ্ণুর ধ্যান করেন। গৃহে বা মন্দিরে শ্রীবিষ্ণুর চন্দ্রবদন রূপে পূজা করা বিশেষ শুভ বলে মানা হয়। তুলসী পাতা এই পূজার অবিচ্ছেদ্য অঙ্গ। বলা হয়, তুলসী ছাড়া বিষ্ণুর অর্ঘ্য বা নৈবেদ্য অসম্পূর্ণ থাকে। সারাদিন উপবাসে থেকে ভক্ত সন্ধ্যায় দীপ জ্বালিয়ে ব্রতকথা পাঠ করেন। একাদশী ব্রতকথা (Ekadashi Vrat Katha) শোনার সময় মন শান্ত রাখতে এবং শরীর-মনকে পবিত্র ভাবনায় নিবিষ্ট রাখা বিশেষ জরুরি। শাস্ত্রে বলা আছে যে একাদশী পূজা কখনও হালকা ভাবে করা উচিত নয়, কারণ এই তিথির প্রচণ্ড শক্তি। আরও পড়ুন- উখড়ার ৩০০ বছরের জাগ্রত সন্ন্যাসী কালী, এর অলৌকিক ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে! দ্বাদশী তিথির সকালে উপবাস ভঙ্গ করা অত্যন্ত জরুরি। সঠিক সময়ের মধ্যে পারন (Paran) না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় বলে পুরাণে বর্ণিত আছে। তাই ভক্ত সূর্যোদয়ের পর স্নান সেরে সূর্যদেবকে অর্পণ করে উপবাস ভঙ্গ করেন। দ্বাদশীতে দান করার বিশেষ ফল পাওয়া যায়। খাদ্য, বস্ত্র, অর্থ বা যা সামর্থ্য আছে তা দান করলে অশেষ পুণ্য লাভ হয়। সনাতন ধর্মে দানের মাধ্যমে অন্তরের অহংকার ভেঙে যায় এবং জীবনে শান্তির পথ সুগম হয় বলে জানানো হয়েছে। আরও পড়ুন- হাওড়ার ‘সিদ্ধেশ্বরী কালীবাড়ি’, ৩০০ বছরের জাগ্রত মন্দির বড় ভরসা ভক্তদের! মোক্ষদা একাদশী শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি মানসিক পবিত্রতারও পথ। এই দিনে ভক্তের মনে যে ভক্তি, করুণা এবং শুদ্ধতা জাগে, তা জীবনের সব অন্ধকার দূর করে শুভ পথের দিকে নিয়ে যায়। পরিবারে শান্তি, কর্মে সফলতা, আর্থিক স্থিতি—সবক্ষেত্রে এই ব্রতের সুফল কাজে আসে বলেই বিভিন্ন পুরাণে উল্লেখ আছে। তাই আজও ভক্তরা এই তিথিকে জীবনের অন্যতম পবিত্র ও কল্যাণকর দিন হিসেবে পালন করে থাকেন।
Abhishek Banerjee: ‘কোর্টে যাব…’, এবার কমিশনের দিকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক
Abhishek Banerjee Slams BJP: সংগঠনের দুর্বলতা, তাই রাজনৈতিক পথে নয়, বিজেপি লড়াই চালাচ্ছে কমিশন, ইডির পথে। সোমবার 'সেবাশ্রয় ২'-এর উদ্বোধনী মঞ্চ থেকে এই অভিযোগটাই তুললেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বাংলায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের সূচনা পর্ব থেকে গেরুয়া শিবিরের এক দাবি। বাদ যাবে ১ কোটি নাম।
Elon Musk: ভারতের সঙ্গে যোগ আছে ইলন মাস্কের, ধনকুবেরের জীবনের এই কথা জানতেনই না কেউ…
Elon Musk India Link: জ়েরোধার প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পডকাস্টে এসে টেসলা কর্তা ইলন মাস্ক জানালেন তাঁর সঙ্গী শিভন জ়িলিস অর্ধেক ভারতীয়। বিবাহ বন্ধনে আবদ্ধ না হলেও, ইলন মাস্কের সঙ্গে তাঁর চারটি সন্তান রয়েছে। জমজ ছেলে স্ট্রাইডার ও আজ়িউর, মেয়ে আর্কাডিয়া ও ছেলে শেলডন লাইকরগাস।
‘রো-কো’র দাপটের পরই জরুরি তলব! বোর্ডের কাছে জবাবদিহি করতে হবে গম্ভীর-আগরকরদের?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।
এক দশকে ৭০ শতাংশ ভারতীয়ের H-1B ভিসা বাতিল! ট্রাম্পকে আয়না দেখালেন মাস্ক
সবকটি সংস্থা মিলিয়ে ৪৫৭৩ জন ভারতীয়কে H-1B ভিসা দিয়েছে আমেরিকা।
‘যারা কামড়ায়, তারা ভিতরেই আছে’! সংসদে পোষ্যকে এনে বিতর্কে কংগ্রেস সাংসদ
বিজেপি এই ঘটনার নিন্দা করেছে।
Chalsa |জঙ্গল থেকে বেরিয়ে চলন্ত ই-রিকশায় হামলা, হাতির আক্রমণে গুরুতর জখম চালক
চালসাঃ আচমকাই সামনে চলে আসে হাতি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক ই-রিকশা চালক। সোমবার সাতসকালে ঘটনাটি ঘটেছে চালসা সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গলের টিয়াবন লাগোয়া এলাকায়। হাতির আক্রমণে গুরুতর জখম হন চালক। জানা গিয়েছে, জখম ই-রিকশা চালকের নাম সামিউল ইসলাম। প্রতিদিনের মতো এদিনও তিনি জলপাইগুড়ি জেলা পরিষদের দেওয়া ই-রিকশা নিয়ে বিভিন্ন বেসরকারি রিসোর্টে প্লাস্টিক সংগ্রহের কাজে […] The post Chalsa | জঙ্গল থেকে বেরিয়ে চলন্ত ই-রিকশায় হামলা, হাতির আক্রমণে গুরুতর জখম চালক appeared first on Uttarbanga Sambad .
Suvendu Adhikari: রাজ্যে কবে বিধানসভা নির্বাচন? জানিয়েই দিলেন শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari: নবান্নে লোকায়ুক্ত নিয়োগ নিয়ে সোমবার জরুরি বৈঠক। এদিনের বৈঠকে ডাক পেয়েও তা বয়কটের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১ লা ডিসেম্বর সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে চলেছে লোকায়ুক্ত নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে সেই বৈঠকে হাজির থাকতে পারবেন না বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। SIR সহ নানা ইস্যুতে তৃণমূল ও বিজেপির মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক সংঘাতের শুভেন্দুর এই পদক্ষেপকে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। চিঠিতে শুভেন্দু লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীর সঙ্গে একই টেবিলে বসে মানবাধিকার বা দুর্নীতি দমন নিয়ে আলোচনা করা অর্থহীন। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী সাংবিধানিক মূল্যবোধকে দুর্বল করেছেন, সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন, বিরোধী স্বরকে দমন করেছেন এবং মানবাধিকার লঙ্ঘনকে প্রশ্রয় দিয়েছেন। আরও পড়ুন- '৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক তাঁর কথায়, “আমি সাংবিধানিক পদ ও আইনি প্রতিষ্ঠানগুলিকে সম্মান করি। কিন্তু রাজ্যের বর্তমান শাসকেরা ধারাবাহিকভাবে সেই সকল প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছেন। তাঁদের ডাকা বৈঠকে যোগ দেওয়া মানে সেই অবক্ষয়কেই বৈধতা দেওয়া।” রাজ্যে একের পর এক বিজেপি নেতাদের উপর হামলা প্রসঙ্গেও অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সম্প্রতি মালদহ উত্তরের সাংসদ ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের উপর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, বিরোধী প্রতিনিধিরাই যখন নিরাপদ নন, তখন সাধারণ কর্মীদের অবস্থা কতটা ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না। শুভেন্দু দাবি করেন, কালীপুজোর সময় তিনিও তৃণমূল কর্মীদের হামলার শিকার হন। পাশাপাশি বিজেপি নেত্রী কেয়া ঘোষ ও রেখা পাত্রর অশ্লীল এআই-নির্মিত ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর নীরবতারও কঠোর সমালোচনা করেন। বিরোধী দলনেতার আরও অভিযোগ, “মুখ্যমন্ত্রী পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন। তাঁর শাসনে মানবাধিকার লঙ্ঘন শুধু ঘটে না, তা উপহাসের বস্তু হয়ে দাঁড়িয়েছে।” আরও পড়ুন- অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি পাশাপাশি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রস্তুতিকে ঘিরে 'বিস্ফোরক' অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে রাজ্য প্রশাসনের ভিতর থেকেই প্রভাবিত করা হচ্ছে। তাঁর অভিযোগ, “নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের উপর নির্ভরশীল। কিন্তু এই প্রশাসনই ভুয়ো কারবারে লিপ্ত। ভোটার তালিকার ভিত্তিটাই নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে।” এবার সেই অভিযোগেই আজ সোমবার নির্বাচন কমিশনের দফতরে ডেপুটেশন দিতে যাবেন তিনি। সোমবার সকাল ১১টায় বিজেপি বিধায়কদের বিধানসভায় হাজির থাকতে বলেছেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে সরাসরি তাঁরা যাবেন সিইও দফতরে। কথা বলবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে। বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় এবং অবৈধ ভোটারের নাম যাতে কোনওভাবেই অন্তর্ভুক্ত না হয়,এই দাবি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। আরও পড়ুন- ফের বাংলায় তৃণমূল নেতাকে খুনের অভিযোগ, হুলস্থূল কাণ্ড মুর্শিদাবাদে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল-বিজেপি যুযুধান দুপক্ষই। এর মাঝেই এবার কবে ঘোষণা হতে চলেছে ভোটের নির্ঘন্ট জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাজ্য পুলিশের চাকরির পরীক্ষা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ভোট ঘোষণা করা হতে পারে। বর্তমানে রাজ্যে চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। শুভেন্দুর দাবি, চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন ঘোষণা করা হবে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আরও পড়ুন- SIR চলকালীন বিজেপি শাসিত রাজ্যে চরম হেনস্থা, বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ভয়ঙ্কর অভিযোগ
আইন-শৃঙ্খলা, শিল্পে গোটা দেশের মডেল যোগীরাজ্য, ‘GIDA’প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা
অনুষ্ঠানে ১১৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
লালকেল্লায় বিস্ফোরণ জের, কাশ্মীরজুড়ে তল্লাশি এনআইএয়ের
জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফকে সঙ্গে নিয়ে চলছে বিশেষ এই অভিযান।
CEO দফতরে শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা, তাঁদের ঘিরে বিক্ষোভ ‘তৃণমূলপন্থী’ BLO-রা
CEO: নির্বাচন কমিশনের ভিতরে প্রবেশ করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেখানে বিএলও-দের একাংশরা চরম বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্লোগান দিতে থাকেন। বিজেপির অভিযোগ, ওই বিএলও-রা তৃণমূলপন্থী। পুলিশ বিক্ষোভ সামলানোর চেষ্টা করছে।
জমি দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড হাসিনার, শাস্তি রেহানা-টিউলিপেরও
ঢাকার বিশেষ জজ আদালত সোমবার এই সাজাঘোষণা করেছে।
ইয়ালিনির বার্থডে মানেই উৎসব, এ বছরও জগন্নাথের পুষ্প অভিষেক
World AIDs day 2025: আজ ১লা ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস, নতুন করে সচেতনতার শপথ গ্রহণের দিন
World AIDs day 2025: প্রতিবছর ১লা ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস। যা মানবতার ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী মহামারির বিরুদ্ধে সচেতনতার এক জোরদার প্রয়াস। ১৯৮৮ সালে দিনটি প্রথম পালন করা হয় এবং সেই থেকে প্রতিবছর এই দিনকে ঘিরে সারা পৃথিবীতে এইচআইভি/এইডস সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি এই দিনের মূল লক্ষ্য শুধু সংক্রমণ প্রতিরোধ নয়, বরং আক্রান্তদের প্রতি সহমর্মিতা, মানবাধিকার রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি। সমাজে বহু ভুল ধারণা এবং কুসংস্কার এই রোগকে ঘিরে রয়েছে, যার ফলে অনেক মানুষ ভয়, লজ্জা কিংবা সামাজিক চাপে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা করাতে পারেন না। বিশ্ব এইডস দিবস তাই সেই অন্ধকার দূর করে বিজ্ঞান, সহমর্মিতা এবং সচেতনতার আলো ছড়ানোর চেষ্টা চালায়। আরও পড়ুন- ভারতের এই ৬টি অদ্ভুত বেগুনি পাখি, যাদের একবার দেখলে চোখ ফেরানো যায় না! এইডস রোগের কারণ হল, এইচআইভি ভাইরাসের সংক্রমণ। ভাইরাসটি মূলত রক্ত, যৌন মিলন, অসুরক্ষিত সুচ বা সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে। অনেকেই মনে করেন এইচআইভি আক্রান্ত মানেই মৃত্যু। কিন্তু, বাস্তব তা নয়। বর্তমান চিকিৎসা ব্যবস্থায় অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা এআরটি গ্রহণের মাধ্যমে একজন মানুষ দীর্ঘদিন স্বাভাবিক এবং সুস্থ জীবন কাটাতে পারেন। নিয়মিত ওষুধ, নিরাপদ জীবনযাপন এবং নিয়মিত পরীক্ষা—এই তিনটি বিষয় একজন আক্রান্ত ব্যক্তিকে সুস্থ রাখার মূল চাবিকাঠি। আরও পড়ুন- সূর্য সেনের বিপ্লবী সেনাদলের প্রধান, স্বাধীন ভারতেও জেলে ছিলেন ৮ বছর বিশ্বে আজও বহু দেশে এইচআইভি পরীক্ষা, চিকিৎসার সুবিধা এবং সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানো বড় চ্যালেঞ্জ। বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র্য, অশিক্ষা, স্বাস্থ্যসেবার অভাব এবং সামাজিক লজ্জা অনেক মানুষকে পিছিয়ে রাখে। ফলে সংক্রমণ নতুন করে বাড়ছে এবং অনেকেই দেরিতে চিকিৎসা শুরু করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বছরজুড়ে নানা কর্মসূচি চালালেও স্থানীয় পর্যায়ে আরও সচেতনতা এবং অংশগ্রহণ জরুরি। শুধুমাত্র সরকার বা সংগঠন নয়, এই মহামারি প্রতিরোধে প্রতিটি মানুষের ভূমিকা রয়েছে। আরও পড়ুন- এই মন্দিরে প্রার্থনা নাকি ব্যর্থ হয় না, জাগ্রত দেবী গড়বেতার সর্বমঙ্গলা এইডস নিয়ে সমাজে প্রচুর ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন স্পর্শ, খাবার ভাগ করে খাওয়া, একসঙ্গে কাজ করা বা একই পরিবেশে থাকার জেরে এইচআইভি ছড়ায়। এসব ধারণা সম্পূর্ণ ভুল। এইচআইভি ভাইরাস সহজে ছড়ায় না, এটি শুধুমাত্র নির্দিষ্ট শরীরবাহিত তরল দ্বারাই সংক্রমিত হয়। ভুল ধারণা না বদলালে আক্রান্তদের প্রতি বৈষম্য কখনই কমবে না। বৈষম্য আক্রান্ত মানুষের মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করে এবং অনেক মানুষ লুকিয়ে থাকতে বাধ্য হন, যা সংক্রমণ আরও বাড়িয়ে তোলে। তাই সচেতনতা তৈরি এবং বৈজ্ঞানিক তথ্য ছড়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরও পড়ুন- সকালে ঘুম থেকে উঠেই এটি পান করুন, ত্বক থাকবে তারুণ্যে ভরপুর! বিশ্ব এইডস দিবসের আরেকটি লক্ষ্য হল, আক্রান্তদের প্রতি সহমর্মিতা এবং মর্যাদা নিশ্চিত করা। সমাজে অনেক সময় এইডস আক্রান্তদের আলাদা করে দেখা হয়, চাকরি, সম্পর্ক, চিকিৎসা—সব ক্ষেত্রেই তাঁদের বৈষম্যের মুখোমুখি হতে হয়। অথচ এই রোগ মানুষ নিজের ইচ্ছায় বেছে নেয় না। তাই আক্রান্তদের পাশে দাঁড়ানো, সঠিক তথ্য জানানো এবং পরিবার-সমাজের সমর্থন তৈরি করা জরুরি।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২৬ হাজার চাকরি বাতিলের (SSC) রায়ে নতুন করে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সাফ জানায়, ‘এ বিষয়ে পূর্বে যে রায় ছিল, তাই বহাল থাকবে। নতুন নিয়োগ প্রক্রিয়াতেও কোনও রকম হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট।’ পাশাপাশি দুই […] The post SSC | ‘যারা ভালো তাঁরা আবার চাকরি পেয়ে যাবেন!’ এসএসসির প্যানেল বাতিল প্রসঙ্গে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের appeared first on Uttarbanga Sambad .
Abhishek Banerjee on Diamond Harbour Model: সোমবার শীতকালীন অধিবেশন শুরুর দিনেই বিরোধীদের দিকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'সংসদ ড্রামা করার জায়গা নয়।' মোদীর এই কথায় চটেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সরব হয়েছেন 'সেবাশ্রয় ২'-এর উদ্বোধনী মঞ্চ থেকেই। অভিষেকের কথায়, 'এসআইআর-এর জেরে বাংলায় ৪০ জনের মৃত্যু হয়েছে। আমরা এসআইআর-এর বিরোধী নই।
পাকিস্তান থেকে দূতাবাস সরাচ্ছে ফিনল্যান্ড, কেন এই সিদ্ধান্ত সান্টা ক্লজের দেশের?
পাকিস্তানের পাশাপাশি ভারতের আরও ২ প্রতিবেশী দেশ থেকে সরানো হচ্ছে দূতাবাস।
ফুলশয্যায় গৌরীদেবীকে কোন উপহার দিয়েছিলেন উত্তম?
উত্তম কুমারের ভাই তরুণ কুমার তো দাদার বিয়ের জন্য একেবারে কোমর বেঁধে নেমে পড়েছিলেন। বন্ধুর বাবার থেকে বিদেশি গাড়ি ভাড়া থেকে বৌভাতে বন্ধুদের নিয়ে খাবার পরিবেশন। সব দায়িত্বই হেসেখেলে নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন তিনি।
দেশের ৬ জায়গায় নাশকতার ছক বানচাল, গ্রেপ্তার ৩ জঙ্গিকে জেরায় উঠে এল পাক যোগ
হামলার ব্লু প্রিন্ট তৈরি করেছিল আইএসআই সমর্থিত পাক হ্যান্ডেলাররা।
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: উত্তরবঙ্গের বাজার ছেয়ে যাচ্ছে বাংলাদেশে তৈরি নকল সিগারেটে (Fake cigarettes)। ভারতের বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে এমনভাবে প্যাকেজিং করা হচ্ছে যে সাধারণ চোখে ওই সিগারেটগুলোকে নকল বলে ধরাই মুশকিল। বাংলাদেশ থেকে মায়ানমার, থাইল্যান্ডের ব্যাংকক বা ভুটানের পারো হয়ে ওই নকল সিগারেট বিমানপথে বাগডোগরা আসছে। অনেক সময় সড়কপথে পাচার হচ্ছে। গোয়েন্দা সূত্রে খবর, […] The post Fake cigarettes | ভারতীয় ব্র্যান্ড নকল করে ওপারের সিগারেটে, শুল্ক দপ্তরের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ appeared first on Uttarbanga Sambad .
‘মানুষের মৃত্যুকে নাটক বলছেন!’ SIR-কে হাতিয়ার করে মোদির ‘ড্রামা’মন্তব্যের নিন্দা অভিষেকের
'কোনও ইস্যুতে সরব হওয়া মানেই সেটা নাটক নয়', মোদিকে তোপ প্রিয়াঙ্কার।
BCCI |গম্ভীর ও আগরকরকে তলব বোর্ডের! জানতে চাইবে রোহিত ও বিরাটের ভবিষ্যৎ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের পর একদিনের সিরিজ শুরু হয়েছে। প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। সুত্রের খবর, এরপর দ্বিতীয় ম্যাচের আগে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও নির্বাচক প্রধান অজিত আগরকরের (Ajit Agarkar) সঙ্গে বৈঠকে বসতে চলেছে বোর্ড। বুধবার রায়পুরে রয়েছে দ্বিতীয় একদিনের ম্যাচ। তার আগে গম্ভীর […] The post BCCI | গম্ভীর ও আগরকরকে তলব বোর্ডের! জানতে চাইবে রোহিত ও বিরাটের ভবিষ্যৎ appeared first on Uttarbanga Sambad .
বুধবার ক্লাবগুলির সঙ্গে বৈঠক কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের, অচলাবস্থা কাটবে ভারতীয় ফুটবলে?
সম্প্রচারকারী সংস্থা থেকে স্টেকহোল্ডারদের সঙ্গেও আলোচনা হবে।
তারাপীঠে ধুন্ধুমার! চরম চাঞ্চল্যে হুলস্থূল, ব্যাপারটা কী?
তারাপীঠে পুণ্যার্থীদের উপর বেধড়ক মারধরের অভিযোগে উত্তেজনা ছড়াল। মাত্র ২০ টাকার একটি আংটি চুরির অপবাদ তুলে একদল দোকানদার আট পুণ্যার্থীর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। এমনকি মহিলা পুণ্যার্থীরাও রেহাই পাননি বলে অভিযোগ। আরও পড়ুন- বিরাট লক্ষ্যে বড় পদক্ষেপ অভিষেকের, বাংলার বুকে আজ থেকে শুরু মেগা হেলথ কর্মসূচি মাত্র ২০ টাকার আংটি চুরি তাতেই ধুন্ধুমার তারাপীঠ। পর্যটকদের বেধড়ক মারধরের অভিযোগ বেশ কয়েকজন দোকানদারের বিরুদ্ধে। অভিযোগ লোহার পাইপ ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। এক নাবালক পুণ্যার্থীর মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার দৃশ্যও মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের কাটিহার জেলার রসনা এলাকা থেকে কৃষ্ণা কুমার নামের এক ব্যক্তি সপরিবারে তারাপীঠে পুজো দিতে এসেছিলেন। পুজো শেষে ফেরার পথে তিনি ছেলের জন্য ২০ টাকার একটি আংটি কিনতে স্থানীয় এক দোকানে যান। অভিযোগ, তখনই দোকানদার তাঁদের বিরুদ্ধে আংটি চুরির অপবাদ তোলেন। সেই নিয়ে শুরু হয় তর্কাতর্কি। আরও পড়ুন- অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি অভিযোগ, বাকবিতণ্ডা বাড়তেই দোকানদার ও তাঁর সঙ্গীরা আচমকাই কৃষ্ণা কুমার ও তাঁর পরিবারের উপর হামলা চালান। লাঠি ও লোহার পাইপ দিয়ে নির্বিচারে মারধর করা হয়। মহিলা পুণ্যার্থীও মারধরের শিকার হন। ঘটনায় এক নাবালকের মাথা ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে পড়ে। আক্রান্ত পুণ্যার্থীরা তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে অভিযুক্ত দোকানদারেরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে দাবি স্থানীয়দের। আরও পড়ুন- '৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক এই ঘটনায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তারাপীঠ এলাকায়। পুলিশের তরফে এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে। আরও পড়ুন- দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, চোখের নিমেষে দুমড়ে মুচড়ে গেল সব, ১১ মৃত্যুতে হাহাকার
Elon Musk On Investment: বিনিয়োগ করছেন? ইলন মাস্ক এই ৩ পরামর্শ দিল আপনাকে!
Tesla's CEO On Investment: বাজারের অস্থিরতায় সাধারণ বিনিয়োগকারীরা প্রায়ই দিশেহারা হয়ে পড়েন। তবে খোদ ইলন মাস্ক কিন্তু একেবারে অন্যরকম পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি জিরোধার কো-ফাউন্ডার নিখিল কামাথের পডকাস্টে এসে তিনি শোনালেন বিনিয়োগের সহজ মন্ত্র।
SSC Case: বস্তুত, দুর্নীতির অভিযোগে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিল আগেই হয়ে গিয়েছিল। সে সময়ই নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই নবম-দশম ও একাদশ-দ্বাদশের পরীক্ষায় হয়েছে। বাকি রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা। তবে, এই চাকরি বাতিলের রায়ের পুর্নবিবেচনা এবং নতুন নিয়োগপ্রক্রিয়া স্থগিতের আবেদন জানিয়ে ফের মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে।
কমলাসুন্দরীর প্রেমে ‘স্বপ্নভঙ্গের’ আশঙ্কা
সমস্ত চকচকে বস্তু যেমন সোনা হয় না, তেমন পাহাড়ি রাস্তার ধারে কিংবা শিলিগুড়ির বিভিন্ন বাজারে ঢাল করে বিকোনো সব কমলালেবুই দার্জিলিংয়ের নয়। অনন্য স্বাদ আর গন্ধের জন্য এর আকাশছোঁয়া জনপ্রিয়তা। সেই সুযোগ নিয়েই দেদারে বিকোচ্ছে ভিনরাজ্যের ফল। রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত। পেটপুরে মধ্যাহ্নভোজনের পর নরম রোদে পিঠ দিয়ে কিংবা দুপুরে ভাতঘুমের […] The post কমলাসুন্দরীর প্রেমে ‘স্বপ্নভঙ্গের’ আশঙ্কা appeared first on Uttarbanga Sambad .
PM Narendra Modi |‘নাটকের অনেক জায়গা আছে, কিন্তু সংসদে নয়’, অধিবেশনের আগে বিরোধীদের কটাক্ষ মোদির
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ থেকে সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। আর অধিবেশন শুরুর আগেই বিরোধী দলগুলিকে কটাক্ষের সুরেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বিরোধীদের কাছে শীতকালীন অধিবেশনকে নাটকের মঞ্চে পরিণত না করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রথা মেনেই এদিন অধিবেশন শুরু হওয়ার আগে সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। সেই সময়ই বিহার নির্বাচনের […] The post PM Narendra Modi | ‘নাটকের অনেক জায়গা আছে, কিন্তু সংসদে নয়’, অধিবেশনের আগে বিরোধীদের কটাক্ষ মোদির appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নোটিশ ধরাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ২০১৯ সালের মশলা বন্ডে আর্থিক অনিয়মের তদন্তে কেরলের মুখ্যমন্ত্রী ছাড়াও ইডির নোটিশ পেয়েছেন তাঁর ব্যক্তিগত সচিব কে এম আব্রাহাম এবং প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) অনুযায়ী কেরলের […] The post Pinarayi Vijayan | বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘন! ইডির নোটিশ কেরলের মুখ্যমন্ত্রীকে, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি সিপিএমের appeared first on Uttarbanga Sambad .
পানমশলা, গুটখা-সহ তামাকজাত পণ্যের বিরুদ্ধে বড় পদক্ষেপ, সংসদে নয়া বিল আনছে মোদি সরকার
বর্তমানে তামাক এবং তামাকজাত পণ্যগুলির উপর জিএসটি ক্ষতিপূরণ সেস রয়েছে।
SIR in Bengal: সিইও দফতরের দোতলায় ‘কমিশনের দরবার’, SIR নিয়ে অভিযোগ-অনুযোগ শুনবেন সুব্রত গুপ্ত
Special Observer Subrata Gupta: এবার সেই নয়া পর্যবেক্ষকের হাত দিয়েই আরও বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়েছে এই বিশেষ 'দরবার'। চলবে দুপুর দেড়টা পর্যন্ত। এই দরবারে বসেই অভিযোগ-অনুযোগ শুনবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।
কুলটির নিষিদ্ধপল্লিতে খোঁজ নেই বহু ভোটারের, ঘুরে ঘুরে হয়রান বিএলও-রা, উঠছে প্রশ্ন
এই ঘটনা কুলটির নিষিদ্ধপল্লি লছিপুর ও চবকা এলাকায়।
‘টিভিতে ওকে দেখে বড় হয়েছি’, ছোটবেলার হিরোকে বল করতে ‘অস্বস্তি’তে পড়েছেন জানসেন!
কোহলিকে নিয়ে আর কী বলেছেন প্রোটিয়া অলরাউন্ডার?
Islampur Sub District Hospital |রক্ষীর চেয়ারে পড়ে শিশু, শোরগোল ইসলামপুর মহকুমা হাসপাতালে
অরুণ ঝা, ইসলামপুর: ইসলামপুর মহকুমা হাসপাতালে (Islampur Sub District Hospital) দিন ১৫ আগে এক সদ্যোজাতকে খুবলে খেয়েছিল পথকুকুর। তার রেশ এখনও কাটেনি। তারই মাঝে ফের নজিরবিহীন ঘটনা ঘটল। হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিরাপত্তারক্ষীর চেয়ারে আট মাসের এক অজ্ঞাতপরিচয় শিশুকে পাওয়া গেল। সাধারণ জামা পরা অবস্থায়। কোনও বাড়তি কাপড়ও ছিল না। শিশুটিকে কেউ রেখে চম্পট দিয়েছে […] The post Islampur Sub District Hospital | রক্ষীর চেয়ারে পড়ে শিশু, শোরগোল ইসলামপুর মহকুমা হাসপাতালে appeared first on Uttarbanga Sambad .
ঘূর্ণিঝড় দিতওয়ায় মৃতের সংখ্যা ৩০০ পার, বিধ্বস্ত শ্রীলঙ্কায় বিপুল সাহায্য ভারতের
অপারেশন সাগরবন্ধুর মাধ্যমে ভারতীয়দের সকলকে শ্রীলঙ্কা থেকে সরিয়ে আনা গিয়েছে।
TMC Worker Found Dead: ফের বাংলায় তৃণমূল নেতাকে খুনের অভিযোগ, হুলস্থূল কাণ্ড মুর্শিদাবাদে
TMC Worker Found Dead: মুর্শিদাবাদে আবারও তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য। মৃত তৃণমূল কর্মীর নাম আনসার আলী মন্ডল। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রামকৃষ্ণপুর এলাকায়। এদিন বিকেলে জমি চাষ করা ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু আনসার আলী মন্ডলের। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গুরুতর আহত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন- '৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক মৃতের পরিবারের দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। ইচ্ছাকৃত ভাবে পরিকল্পনা করে আনসার আলী মন্ডলকে খুন করা হয়েছে। মৃতের স্ত্রী অভিযোগ করে বলেন, “প্রায় ১৪–১৫ বছর আগের পুরনো বিবাদের জেরে আমার স্বামীকে টার্গেট করা হয়। প্রথমে ট্রাক্টর দিয়ে ধাক্কা মেরে বাইক থেকে ফেলে দেয়, তারপর ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়।” ঘটনার তদন্তে নামছে হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদ থেকেই খুনের সূত্র থাকতে পারে। তবে গোটা ঘটনাটি খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। আরও পড়ুন- অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি এদিকে পূর্ব বর্ধমানের জামালপুর সারাদিন খোঁজ না মেলা তৃণমূল পঞ্চায়েত সদস্যের মৃতদেহ মিললো বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ধারের নির্জন কলা বাগান ঘেরা জায়গার একটি পুকুরে। পুকুরের গায়েই পড়েছিল পঞ্চায়েত সদস্য শুভেন্দু মালিকের মোটরবাইকটি। আর তাঁর পায়ের চপ্পল জোড়া একেবারে গুছিয়ে রাখা ছিল পুকুরের পাড়ে। রবিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রামে তুমুল আলোড়ন পড়ে। খবর পেয়েই পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে তদন্তে যায়। পুকুর থেকে মৃতদেহটি তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান হাসতাালের পুলিশ মর্গে। তদন্তের প্রয়োজনে বাইকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের এহেন মৃত্যুর কারণ খুন, নাকি দুর্ঘটনা, তা পুলিশ খতিয়ে দেখছে। আরও পড়ুন- SIR চলকালীন বিজেপি শাসিত রাজ্যে চরম হেনস্থা, বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ভয়ঙ্কর অভিযোগ
Virat Kohli: টেস্ট ক্রিকেটে ফিরছেন কিং কোহলি? 'বিরাট' মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট
Virat Kohli: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে প্রথম ওয়ানডে ম্য়াচটি রাঁচির JSCA স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। তিন ম্য়াচের এই সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই ম্য়াচে সর্বাধিক রান করেন টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) তারকা ব্যাটার বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান বেরিয়ে আসে। সেকারণে তাঁর হাতেই তুলে দেওয়া হয় প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও। চলতি বছরই টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। বিগত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, লাল বলের ক্রিকেটে তিনি আবারও কামব্যাক করতে পারেন। যদি বিসিসিআই অনুরোধ করেন। অবশেষে এই ব্যাপারে খোলাখুলি কথা বললেন কিং কোহলি। IND vs SA 1st ODI Record: ৬৪১ রানের পাহাড়, ভাঙল ১০ বছরের পুরনো রেকর্ড! নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিরাট কোহলি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচের পর টেস্ট ক্রিকেটে কামব্যাক নিয়ে কথা বললেন বিরাট কোহলি। তিনি বললেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে আমি আপাতত ওয়ানডে ক্রিকেটই খেলব।' বিরাটের এই কথায় স্পষ্ট হয়ে গিয়েছে, টেস্ট ক্রিকেটে তিনি আর কখনই কামব্যাক করবেন না। এর পাশাপাশি নিজের প্রস্তুতি নিয়েও মুখ খুলেছেন তিনি। বেশ কয়েকদিন আগেই রাঁচিতে চলে এসেছিলেন বিরাট। লক্ষ্য ছিল একটা। নিজের প্রস্তুতি একেবারে ১০০ শতাংশ করা। এই প্রসঙ্গে তিনি জানালেন, 'আমি এখানকার কন্ডিশন কিছুটা বোঝার চেষ্টা করেছি। দিনের বেলা কয়েকটা সেশন আর সন্ধ্যাবেলা কয়েকটা সেশন ব্যাটিং অনুশীলন করেছি। এতেই আমার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে।' Ind vs SA Highlights, 1st ODI: প্রশংসনীয় লড়াই আফ্রিকার, শেষপর্যন্ত জিতল টিম ইন্ডিয়া সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমি এই ম্য়াচের একদিন আগে ছুটি নিয়েছিলাম। বর্তমানে আমার ৩৭ বছর বয়স হয়ে গিয়েছে। সেকারণে রিকভারির উপরও নজর দিতে হয়। কিন্তু, আসল ব্যাপারটা হল যে আমি মনে মনেও খেলাটাকে নিয়ে চিন্তাভাবনা করতে থাকি। আমি যখনই খেলা নিয়ে কিছু ভাবনাচিন্তা করি, তখন শুধুমাত্র এটা নিয়েই ভাবি। আমি যদি কল্পনাও ওই বোলিংয়ের মোকাবিলা ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে বুঝতে হবে যে আমি আপাতত যথেষ্ট ভাল জায়গায় রয়েছি। আপাতত নিশ্চিন্তে খেলতে পারি।' IND vs SA: সমালোচকদের যোগ্য জবাব Virat Kohli-র, রাঁচিতে হাঁকালেন ধামাকাদার শতরান! গড়লেন ইতিহাস রাঁচিতে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে বিরাট কোহলির ব্যাট থেকে দুর্দান্ত শতরান বেরিয়ে এসেছে। তিনি ১২০ বলে ১৩৫ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছেন। ইতিমধ্যে তিনি ১১ চার এবং ৭ ছক্কা হাঁকিয়েছেন। রাঁচিতে বিরাট একাধিক রেকর্ড কায়েম করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের কোনও একটি ফরম্য়াটে তিনি সর্বাধিক শতরানের রেকর্ডে সিলমোহর লাগান। ওয়ানডে ক্রিকেটে তিনি ৫২ শতরান করেছেন। ইতিপূর্বে, টেস্ট ক্রিকেটে শচীন তেন্ডুলকরের ৫১ শতরান ছিল। এবার বিরাট সেই রেকর্ড ভেঙে দেন।
IMD WEATHER FORECAST: ডিসেম্বরের ঠাণ্ডার ভয়ঙ্কর দাপট, কলকাতায় বসেই মিলবে দার্জিলিংয়ের অনুভূতি?
শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে সাইক্লোন ‘দিতওয়া’। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ১২৩ জন নিহত এবং ১৩০ জন নিখোঁজ হয়েছেন। দেশজুড়ে স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। উদ্ধার কাজের জন্য ভারতীয় নৌবাহিনীর INS বিক্রান্ত মোতায়েন করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ভারতে ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে এই সাইক্লোন। শনিবার এই তিন রাজ্যে লাল সতর্কতা জারি করা হয়। আরও পড়ুন- সংসদ কোন নাটক করা জায়গা নয়, শীতকালীন অধিবেশন শুরুর আগেই বিরোধীদের আগুনে হুঁশিয়ারি মোদীর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে, বাংলায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। এই সপ্তাহের প্রথমে তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, সোমবার পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭–১৮ ডিগ্রি সেলসিয়াসে থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং শুক্রবার ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। আরও পড়ুন- দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, চোখের নিমেষে দুমড়ে মুচড়ে গেল সব, ১১ মৃত্যুতে হাহাকার কলকাতার শহরের আবহাওয়া শহরের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য কম থাকবে। রবিবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। আজকের সর্বাধিক তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে শীতের আমেজ এখনও কিছুটা কম, তবে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে শীতের অনুভূতি ফিরে আসবে।বাংলায় এখনও ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়েনি। আলিপুর আবহাওয়া দফতরের তথ্যানুসারে, দক্ষিণবঙ্গে এখনও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি, নভেম্বর মাসের শেষেও শীতের আমেজ কমে গেছে। তবে আগামী এক সপ্তাহ রাজ্যের আকাশ প্রধানত শুষ্ক থাকবে। আরও পড়ুন- বিরাট লক্ষ্যে বড় পদক্ষেপ অভিষেকের, বাংলার বুকে আজ থেকে শুরু মেগা হেলথ কর্মসূচি দক্ষিণবঙ্গের আবহাওয়া সোমবার থেকে আগামী তিনদিন দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। তবে পরবর্তী তিনদিনে তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কলকাতায় রাতের তাপমাত্রা প্রায় ১৬–১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সকালবেলা সামান্য কুয়াশা থাকলেও দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাগুলিতে ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে এবং শীতের আমেজ বাংলায় ফিরবে। আরও পড়ুন- অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি
‘লক্ষ্মী’এসেছে ঘরে, মেয়ে হওয়ার আনন্দে পাপারাজ্জিদের ঢালাও মিষ্টি বিলি রাজকুমার রাওয়ের!
গত ১৫ নভেম্বর রাজকুমার-পত্রলেখার ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যারত্ন।
SIR News Today: পিছিয়ে কেরল-উত্তর প্রদেশ! কমিশনের চোখে কেমন SIR-পারফরমেন্স বাংলার?
Special Intensive Revision Second Phase: কমিশন প্রদত্ত খতিয়ান অনুযায়ী, ২৮ তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত ১০০ শতাংশ ডিজিটাইজেশনের কাজ শেষ লক্ষদ্বীপে। সেখানে মোট ভোটার সংখ্যা ৫৭ হাজারের সামান্য বেশি। বিএলও কাজ করেছেন ৫৫ জন। লক্ষদ্বীপের পরেই রয়েছে গোয়া। সেখানে এখনও পর্যন্ত ৯২ শতাংশ ফর্ম ডিজিটাইজড হয়ে গিয়েছে।
Naihati: ত্রিকোণ প্রেম! যুবককে আমবাগানে রাতধর নৃশংসভাবে মারের পর মুখে প্রস্রাবের অভিযোগ
Naihati: আক্রান্তের বয়ান অনুযায়ী, এলাকারই এক যুবতীর সঙ্গে তাঁর প্রেম ছিল। কিন্তু সে সম্পর্কে অবনতি হয়। পরবর্তীতে তিনি সম্পর্ক থেকে সরে আসেন। কিন্তু ওই যুবতীরই প্রাক্তন প্রেমিক তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ। অভিযোগ, তারই আক্রোশে শুভ্রনীল এবং জিৎ তাঁকে বারে বারে প্রাণনাশের হুমকি দেন।
Shubman Gill Health Update: শুভমান গিলকে নিয়ে ভয়ঙ্কর খবর, কেঁপে উঠল গোটা ক্রিকেট দুনিয়া
Shubman Gill: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুভমান গিলকে নিয়ে এবার একটি সুখবর সামনে এসেছে। আর সেকারণে টিম ইন্ডিয়ার সমর্থকরা আপাতত উদ্বাহু নৃত্য শুরু করেছেন। দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচ চলাকালীন ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান। সেকারণে চলতি ওয়ানডে সিরিজ থেকেও তিনি ছিটকে গিয়েছেন। এবার গিলের ফিটনেস সম্পর্কিত একটি বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের জন্য এবার তিনি প্রস্তুতি শুরু করতে চলেছেন। দক্ষিণ আফ্রিকার এই ভারত সফর চলাকালীনই টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যেতে পারে শুভমানকে। Shubman Gill Injury Update: ঠিক কী হয়েছে শুভমানের? কতখানিই বা ভয়ানক এই চোট? শীঘ্রই টিম ইন্ডিয়ায় ফিরতে চলেছেন শুভমান গিল ঘাড়ে চোট লাগার পর মুম্বইয়ে ফিজ়িওথেরাপি করান শুভমান গিল। যদিও বর্তমানে তিনি চণ্ডীগড়ে নিজের পরিবারের সঙ্গেই রয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, আজ অর্থাৎ ১ ডিসেম্বর বেঙ্গালুরু রওনা দেবেন শুভমান। সেখানেই তিনি নিজের রিকভারি সেশন চালু করবেন। জানা গিয়েছে, আপাতত কোনও যন্ত্রণা অনুভব করছেন না তিনি। Shubman Gill Injury Update: দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শুভমন, গুয়াহাটিতে ভারতের নেতৃত্বে কে? বিগত কয়েকদিন ধরে নেটে অনুশীলন করেননি শুভমান গিল। তবে এবার তিনি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে অনুশীলন করবেন। যদিও তাঁর উপর কড়া নজর রাখবে বোর্ডের মেডিক্যাল টিম। ওই রিপোর্টে বোর্ডেরই এক আধিকারিক জানিয়েছেন, 'শুভমান আপাতত ১০০ শতাংশ ফিট। অনুশীলন করার জন্য একেবারে প্রস্তুত। খুব শীঘ্রই টিম ইন্ডিয়ার স্কোয়াডে ওকে দেখা যেতে পারে। প্রত্যেকেই ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছে।' Shubman Gill Latest Injury Update: আশঙ্কাই হল সত্যি, ভয়ঙ্কর বিপদে শুভমান! ভর্তি হাসপাতালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেই করবেন কামব্যাক? শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে শুভমান যদি একেবারে সুস্থ হয়ে উঠতে পারেন, তাহলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁর নাম নির্বাচন করা হতে পারে। আগামী ৯ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। এই সিরিজে গিল কামব্যাক করতে পারেন। যদিও গোটা বিষয়টা আপাতত শুভমানের ফিটনেসের উপর নির্ভর করছে। টি-২০ ফরম্য়াটে তিনি ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক। সেকারণে তাঁর প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার কাছে অত্যাবশ্যক।
ধনুশ এবং কৃতি শ্যানন অভিনীত, তীব্র রোমান্টিক সিনেমা 'তেরে ইশ্ক মে', মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুক্রবার প্রেক্ষাগৃহে আসার সঙ্গে সঙ্গেই ছবিটি প্রত্যাশামতো জোরদার সূচনা হয়েছে এবং সপ্তাহান্তে আরও জোরদার হয়েছে। ট্রেড রিপোর্ট অনুযায়ী, আনন্দ এল রাই পরিচালিত এই ছবি, প্রতিযোগী সব সিনেমাকে পেছনে ফেলে বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স করছে। সাম্প্রতিক সময়ে বলিউডে, প্রেমের গল্পভিত্তিক ছবির প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। নবাগত জুটি অনীত পদ্দা ও আহান পান্ডেকে নিয়ে নির্মিত ‘সাইয়ারা’ যেমন দর্শকের মন জয় করেছিল, ঠিক তেমনি ধনুশ–কৃতির ‘তেরে ইশ্ক মে’ও উৎসাহ নিয়েও গ্রহণ করছেন দর্শক। স্যাকনিল্ক-এর তথ্য অনুসারে, ছবিটির ওপেনিং ডে কালেকশন ছিল ১৬ কোটি টাকা। দ্বিতীয় দিনে ৬%-এর বেশি বৃদ্ধি পেয়ে ছবিটি আয় করে ১৭ কোটি। তৃতীয় দিনে, রবিবার আরও ১০%-এর বেশি গ্রোথ পেয়ে সংগ্রহ দাঁড়ায় ১৮.৭৫ কোটি। ফলে মাত্র প্রথম সপ্তাহান্তেই ছবিটির কালেকশন হয় ৫১.৭৫ কোটি টাকা। Jaya Bachchan: 'এরা কারা?' সোশ্যাল মিডিয়ায় 'সবচেয়ে ঘৃণ্য' জয়া! সাংবাদিকদের নিয়ে কী বললেন গুড্ডি? এই সাফল্যের ফলে ‘তেরে ইশ্ক মে’ নতুন মুক্তিপ্রাপ্ত ‘গুস্তাখ ইশ্ক’ এবং তার আগে মুক্তি পাওয়া ‘১২০ বাহাদুর’ ও ‘মাস্তি ৪’-কে সহজেই পিছনে ফেলে দিয়েছে। বিজয় ভার্মা ও ফাতিমা সানা শেখ অভিনীত ‘গুস্তাখ ইশ্ক’ এখনো দুই অঙ্কের ব্যবসা ছুঁতে পারেনি, আর বাকি দু’টি ছবিও ২০ কোটি অতিক্রম করতে ব্যর্থ হয়েছে। ৩০ নভেম্বর ২০২৫, রবিবার দর্শক উপস্থিতির হারও ছিল উৎসাহব্যঞ্জক। হিন্দি শো-তে মোট অডিয়েন্স অকুপেন্সি ছিল ৩২.৮২%, আর তামিল শো-তে ১৯.৮৮%। হিন্দি শোগুলির মধ্যে সকালবেলায় উপস্থিতি ছিল ১৪.৩২%, যা বিকেলে বেড়ে ৩৮.৬০% হয়- সন্ধ্যায় পৌঁছায় সর্বোচ্চ ৪৫.৬৩%-এ। Siddharth Malhotra: 'যে কথা বলতে পারে না, তাঁর এত', মেয়েকে নিয়ে এখনই যা বলে দিলেন সিদ্ধার্থ অন্যদিকে, ২০১২ সালে ধনুশ আনন্দ এল রাইয়ের ‘রাঁঝনা’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া সেই ছবি প্রায় ৫ কোটি ব্যবসা করে তার হিন্দি ফিল্ম কেরিয়ারের ভিত্তি শক্ত করে। এক দশকের বেশি সময় পর পরিস্থিতি অনেক বদলেছে। এখন ট্রেড মহল আশা করছে ‘তেরে ইশ্ক মে’ তার রাঞ্ঝনা ছবির আয়ের দু’গুণ, অর্থাৎ ১০–১৫ কোটি টাকার বেশি আয় করতে পারে। বলিউডে ধনুশ এখন পর্যন্ত মাত্র তিনটি হিন্দি ছবি করেছেন। এর মধ্যে ‘আতরঙ্গি রে’ (২০২১)—যেটি রাই-ই পরিচালনা করেন, সরাসরি OTT-তে মুক্তি পায়। ‘রাঁঝনা’ থেকে ‘তেরে ইশ্ক মে’-র ১২ বছরের ব্যবধান ধনুশের জনপ্রিয়তা কতটা বেড়েছে, তা স্পষ্ট এই সাফল্য। দক্ষিণে তার ধারাবাহিক সাফল্য, জাতীয় স্তরে ফ্যানবেস বৃদ্ধি, এবং প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে গ্রহণযোগ্যতা মিলেই এই ছবির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। প্রি-সেল ও ইতিবাচক প্রাথমিক প্রতিক্রিয়া দেখে ট্রেড বিশেষজ্ঞদের ধারণা, ‘তেরে ইশ্ক মে’ ধনুশের বলিউড ক্যারিয়ারের সেরা হতে পারে। এবং আগের রেকর্ডের অন্তত দুই গুণ। ছবিটি শুধু ধনুশের ব্যক্তিগত মানদণ্ডকেই ছাড়িয়ে যাবে না, বরং তাকে একাধিক ভাষার বাজারে সফল সত্যিকারের প্যান-ইন্ডিয়া তারকা হিসেবেও আরও সুদৃঢ় করবে।
কেরলের মুখ্যমন্ত্রীকে ইডির নোটিস! ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, দাবি দলের
পিনারাই বিজয়ন, কে এম আব্রাহাম এবং থমাস আইজ্যাককে নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
TMC Leady Body Found: সারাদিন খোঁজ না মেলা তৃণমূল পঞ্চায়েত সদস্যের মৃতদেহ মিললো বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ধারের নির্জন কলা বাগান ঘেরা জায়গার একটি পুকুরে। পুকুরের গায়েই পড়েছিল পঞ্চায়েত সদস্য শুভেন্দু মালিকের মোটরবাইকটি। আর তাঁর পায়ের চপ্পল জোড়া একেবারে গুছিয়ে রাখা ছিল পুকুরের পাড়ে। রবিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ইটলা গ্রামে তুমুল আলোড়ন পড়ে। আরও পড়ুন- SIR চলকালীন বিজেপি শাসিত রাজ্যে চরম হেনস্থা, বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ভয়ঙ্কর অভিযোগ খবর পেয়েই পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে তদন্তে যায়। পুকুর থেকে মৃতদেহটি তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান হাসতাালের পুলিশ মর্গে। তদন্তের প্রয়োজনে বাইকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের এহেন মৃত্যুর কারণ খুন, নাকি দুর্ঘটনা, তা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪২ বছর বয়সী শুভেন্দু মালিক জামালপুর ব্লকের পাড়াতল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তাঁর বাড়ি এই পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর গ্রামে। স্থানীয় পারুল গ্রামের ১১৪ নম্বর বুথের সদস্য ছিলেন শুভেন্দু। তিনি ধান কেনা বেচা করতেন। একমাত্র মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন শুভেন্দু । বর্তমানে বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা,মা,স্ত্রী এবং মাধ্যমিক পরীক্ষার্থী এক ছেলে রয়েছে। আরও পড়ুন- '৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক পরিবার সদস্যদের কথায় জানা গিয়েছে, শুভেন্দু মালিক ওরফে হাবল শনিবার দুপুরে বাইকে চেপে বাড়ি থেকে বেরোন। তারপর দুপুর থেকে রাত গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। বাড়ির লোকজন এবং পরিচিতরা বহুবার শুভেন্দুর ফোন নম্বরে ফোন করেন। কিন্তু ফোন সুইচ অফ থাকায় কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারননি। রবিবার সকালে থানায় গিয়ে শুভেন্দুর নিখোঁজ হয়ে থাকার বিষয়টি পুলিশকে জানাবেন বলে পরিবার সদস্যরা ঠিক করে নেন। কিন্তু সকাল হতেই শুভেন্দুর মর্মান্তিক পরিণতির কথা জানতে পারেন পরিবার সদস্যরা। বাড়ি থেকে কিছুটা দুরে পুকুর থেকে শুভেন্দু মালিকের মৃতদেহ উদ্ধার হওয়ার খবর পেয়েই আঁতকে ওঠেন পরিবার সদস্যরা। পুকুর পাড়ে পৌছে শুভেন্দুর মৃতদেহ চাক্ষুষ করে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। আরও পড়ুন- অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি দলের পঞ্চায়েত সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে যান ব্লক তৃণমূলের সভাপতি মেহেমুদ খাঁন । তিনি বলেন,“কি করে এমন ঘটনা ঘটলো তার কিছুই আমি বুঝে উঠতে পারছি না।গোটা ঘটনাটাই রহসে মোড়া। পুলিশকে যথাযথ তদন্তের আবেদন জানিয়েছেন বলে মেহেমুদ খাঁন জানিয়েছেন“। মৃতের শ্যালক সুপ্রিয় দাস তাঁর জামাইবাবুর মৃত্যুর কারণ দুর্ঘটনা বলে মানতে পারেন নি।তাঁর প্রশ্ন দুর্ঘটনাই যদি ঘটে তাহলে তাঁর জামাইবাবুর পায়ের চপ্পল জোড়া অত গুছানো অবস্থায় পুকুর পাড়ে পড়ে থাকলো কি করে!সুপ্রিয় খুনের আশঙ্কা প্রকাশ করেছেন“। পুলিশ সবদিক খতিয়ে দেখছে। আরও পড়ুন- '৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক
Weather Update |শীতের পথে বাধা ঘূর্ণিঝড় ‘দিতওয়া’! বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে? কী বলছে ওয়েদার রিপোর্ট?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর পড়ে গেলেও বঙ্গে এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই। বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে বঙ্গোপসাগরে জমে ওঠা জলীয় বাষ্পের পুরু স্তর। ডিসেম্বরের প্রথম সপ্তাহ না কাটলে ওই স্তর সরার কোনও লক্ষণ দেখছেন না আবহবিদরা। ফলে ‘জাঁকিয়ে ঠান্ডা’–র আমেজ পেতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। আবহাওয়া (Weather Update) নিয়ে কী জানাল আবহাওয়া […] The post Weather Update | শীতের পথে বাধা ঘূর্ণিঝড় ‘দিতওয়া’! বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে? কী বলছে ওয়েদার রিপোর্ট? appeared first on Uttarbanga Sambad .
Modi Speech: সংসদ কোন নাটক করা জায়গা নয়, শীতকালীন অধিবেশন শুরুর আগেই বিরোধীদের আগুনে হুঁশিয়ারই মোদীর
parliament Winter Session Modi Speech: আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। সোমবার অধিবেশনের শুরুতেই ভাষণ দিতে গিয়ে মোদী বিরোধীদের কড়া বার্তা দিলেন। প্রধানমন্ত্রী বলেন, বিহারে রেকর্ড ভোটারের উপস্থিতি গণতন্ত্রের জয়কে প্রমাণ করেছে। শীতকালীন অধিবেশন দেশের অগ্রগতির প্রচেষ্টাকে আরও উজ্জীবিত করবে। কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, পরপর পরাজয়ে হতাশায় কংগ্রেস। একই সঙ্গে বিরোধীদের আবেদন জানান, সংসদে আলোচনার পরিবেশ বজায় রাখুন। হারের হতাশাকে সংসদে টেনে আনবেন না, ইন্ডিয়া জোটকে কড়া বার্তা মোদীর। এর পাশাপাশি বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, নাটক করার জন্য প্রচুর জায়গা আছে। পুরো দেশ খালি। এখানে স্লোগান নয়, নীতির উপর জোর দেওয়া উচিত। আরও পড়ুন- বিরাট লক্ষ্যে বড় পদক্ষেপ অভিষেকের, বাংলার বুকে আজ থেকে শুরু মেগা হেলথ কর্মসূচি আজ থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। SIR-এর আঁচ এবার সংসদেও? শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই মোদী সরকারকে কোনঠাসা করার 'মেগা প্ল্যানিং' সেড়ে রেখেছে বিরোধী শিবির। তবে বিহার নির্বাচনে বিপূল জয় পেয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী মোদী এদিন আরও বলেন, এই অধিবেশনে সংসদে দেশের উন্নয়নের উপর আলোকপাত করা উচিত। বিরোধীদেরও তাদের দায়িত্ব পালন করা উচিত এবং বিতর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার জন্য উত্থাপন করা উচিত। আসুন আমরা পরাজয়ের হতাশা কাটিয়ে উঠি এবং সংসদে সুস্থ পরিবেশ বজায় রাখি। আরও পড়ুন- দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, চোখের নিমেষে দুমড়ে মুচড়ে গেল সব, ১১ মৃত্যুতে হাহাকার সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে কেন্দ্রীয় সরকার মোট ১৪টি নতুন বিল পেশ করতে পারে বলেই সূত্রের খবর। তবে অধিবেশনের শুরুতেই SIR ইস্যুতে সরকারকে কোনঠাসা করবে বিরোধীরা। রবিবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলি SIR নিয়ে বিস্তারিত আলোচনা করার দাবি জানায়। সরকারের তরফে জানানো হয়েছে, সংসদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। সর্বদলীয় বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, শীতকালীন অধিবেশন মানে ঠান্ডা মাথায় কাজ করা। তিনি জানান, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বেশ কয়েকটি দল দিল্লি বোমা হামলা ও SIR ইস্যুতে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি বায়ুদূষণ, বৈদেশিক নীতি, কৃষকের সমস্যা, বেকারত্ব ও মূল্যবৃদ্ধির মতো বিষয়েও বিস্তৃত আলোচনার দাবি জানানো হয়েছে। আরও পড়ুন- অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি এদিকে, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয়ের পর আরও আত্মবিশ্বাসী মোদী সরকার এই অধিবেশনে ১৪টি বিল সামনে আনতে চলেছে। সর্বদলীয় বৈঠকে মোট ৩৬ দলের ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে রাজনাথ সিং, জেপি নাড্ডা, কিরেন রিজিজু ও অর্জুন রাম মেঘওয়াল বৈঠকে যোগ দেন। বৈঠকের পর কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, অধিবেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠক ডেকে সরকার শুধু আনুষ্ঠানিকতা পালন করছে। লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ অভিযোগ করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন সরকার সংসদীয় ঐতিহ্য ও গণতন্ত্রকে আঘাত করছে।” শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী রাজ্যসভায় স্লোগান নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, “বন্দে মাতরম কিংবা জয় হিন্দ-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে...যেন ব্রিটিশ শাসন চলছে।” এসআইআর ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে সমাজবাদী পার্টিও। তাদের রাজ্যসভার সাংসদ রাম গোপাল যাদব স্পষ্ট ভাষায় বলেন, “SIR নিয়ে আলোচনা না হলে সংসদ চলবে না।”আজ থেকেই শুরু হওয়া শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থ বিল পেশ করা হবে। আরও পড়ুন- '৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক শীতকালীন অধিবেশন শুরুর আগে থেকেই তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দিয়েছে SIR ইস্যুতে তারা সরকারকে কোণঠাসা করবে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “BLO-রা মারা যাচ্ছে। সংসদে SIR নিয়ে বিতর্ক অপরিহার্য। সরকার যদি চলতে চায়, তাহলে SIR নিয়ে আলোচনা করতে হবে।” সূত্র জানিয়েছে, ১৮তম লোকসভার ষষ্ঠ অধিবেশন ও রাজ্যসভার ২৬৯তম অধিবেশনে সরকার ১৪টি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে। অর্থনৈতিক সংস্কার-সম্পর্কিত সিকিউরিটিজ মার্কেটস কোড, বিমা আইন সংশোধন, দেউলিয়া কোড সংশোধন, কর্পোরেট আইন সংশোধনসহ বেশ কয়েকটি বড় বিল আসতে পারে। পাশাপাশি মণিপুরে কার্যকর জিএসটি-সম্পর্কিত অধ্যাদেশকেও স্থায়ী আইনে রূপান্তর করা হতে পারে। ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন।
অবসর ভেঙে টেস্টে কি ফিরবেন? জল্পনার মাঝেই কোহলি স্পষ্ট করে দিলেন ভবিষ্যৎ
ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে আর কী বলেছেন তিনি?
NIA |দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তৎপর এনআইএ! সোমবার সকালে আট জায়গায় তল্লাশি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার সকাল থেকে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা, সোপিয়ান এবং কুলগাম জেলার অন্তর্গত আটটি এলাকায় অভিযান শুরু করেছে এনআইএ (NIA)। দিল্লি বিস্ফোরণের (Delhi blast) সঙ্গে যুক্ত ‘হোয়াইট কলার টেরর মডিউলের’ নেটওয়ার্কের খোঁজ পেতে এদিন সকাল থেকে এমন অভিযান শুরু করেন তদন্তকারীরা। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে, এদিনের অভিযানে শোপিয়ানে স্থিতু মৌলবী ইরফান আহমেদ […] The post NIA | দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তৎপর এনআইএ! সোমবার সকালে আট জায়গায় তল্লাশি appeared first on Uttarbanga Sambad .
SIR in Bengal: সোমেই সিইও দফতর পর্যন্ত মিছিল মমতাবালাপন্থী মতুয়াদের, যোগ দেবেন অধীরও
Matua SIR Protest: জানা গিয়েছে, সোমবার বিকাল ৪টের সময় শিয়ালদহ স্টেশন থেকে কমিশনের দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা পন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। SIR-এর প্রতিবাদেই পথে নামবে তাঁরা। দাবি তুলবে, ভোটাধিকার সুনিশ্চিত করার। কোনও মতুয়ার যেন নাম বাদ না যায়, সেই ইস্যুকেই সামনে রেখে গলা চড়াবে তাঁরা।
Jagannath Sarkar On SIR: সংসদ জানান, তিনি সংসদে শীতকালীন অধিবেশনে দাবি জানাবেন, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় মতুয়া এবং হিন্দুরা ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে, যাঁরা ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁদের CAA-এর মাধ্যমে নাগরিকত্ব স্বীকৃতি দিতে হবে।
Rare Purple Birds in India: ভারতের এই ৬টি অদ্ভুত বেগুনি পাখি, যাদের একবার দেখলে চোখ ফেরানো যায় না!
Yuzvendra Chahal: এবার শুরু করতে চলেছেন জীবনের নতুন ইনিংস। অন্তত তেমনই ইঙ্গিত দিলেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। ২০২০ সালে ডান্সার তথা কন্টেন্ট ক্রিয়েটার ধনশ্রী বর্মাকে (Dhanashree Verma) বিয়ে করেছিলেন তিনি। যদিও খুব বেশিদিন তাঁরা একই ছাদের নীচে জীবন কাটাতে পারলেন না। ২০২২ সাল থেকেই একে অপরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশেষে ২০২৫ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। শোনা যাচ্ছে, ডিভোর্সের মাত্র ৮ মাসের মধ্যেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। Yuzvendra Chahal Birthday: খুনের চেষ্টা মাতাল সতীর্থের, ব়্যাগিং থেকে ডিভোর্সের ধাক্কা, চেনেন এই ক্রিকেট তারকাকে? গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) যুজবেন্দ্র চাহাল তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানেই তিনি লেখেন, 'আমি বিয়ের জন্য একেবারে প্রস্তুত। শুধুমাত্র একজন পাত্রী চাই।' বলার অপেক্ষা রাখে না, এই পোস্টটি চোখের নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সমর্থকদের একাংশ ইতিমধ্যে আনন্দে আত্মহারা হতে শুরু করেছেন। কেউ কেউ আবার অতীতের স্মৃতি মনে করানোর চেষ্টা করছেন। অনেকে এই পোস্টটি আরজে মাহভেশকেও ট্যাগ করেছেন। Yuzvendra Chahal: চাহালের হ্যাটট্রিকে আনন্দে আত্মহারা, ভালবাসায় ভরিয়ে কী লিখলেন নতুন বান্ধবী? কীভাবে হয়েছিল দুজনের বিয়ে? সম্প্রতি রিয়্যালিটি শো 'রাইজ় অ্যান্ড ফল'-য়ে এসেছিলেন ধনশ্রী বর্মা। সেখানে তিনি টেলি অভিনেতা অর্জুন বিজলানিকে বলেন, 'আমাদের বিয়েটা লাভ এবং অ্যারেঞ্জ, দুভাবেই হয়েছিল। শুরুটা হয়েছিল অ্যারেঞ্জ ম্য়ারেজের মতোই। আসলে, ও ডেট না করেই বিয়েটা করতে চেয়েছিল। আর আমি তখন বিয়ের ব্যাপারে কোনও চিন্তাভাবনাও করিনি।' Yuzvendra Chahal Hat-Trick: শুধুমাত্র হ্যাটট্রিক নয়, আরও কী কী রেকর্ড গড়লেন যুজবেন্দ্র চাহাল? তিনি আরও বলেন, 'এরপর ওর (যুজবেন্দ্র) দেখা করলাম। আমার হৃদয় জিততে কোনও চেষ্টাই বাকি রাখেনি। অবশেষে আমি বিয়ের জন্য রাজি হই। অগাস্ট মাসে আমাদের বাগদান হয়েছিল। আর ডিসেম্বরে বিয়ে। বাগদান এবং বিয়ের মধ্যে যে সময়টুকু পেয়েছিলাম, তার মধ্যেই আমরা চুটিয়ে প্রেম করেছি। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি।' Yuzvendra Chahal RJ Mahvash: টিম বাসে কী করছে গার্লফ্রেন্ড? মাহভেশকে নিয়ে 'বাড়াবাড়ি' চাহালের! দেখুন VIDEO শেষকালে ধনশ্রী বললেন, 'এরপর সময় যত এগোতে লাগল, ততই ওর ব্যবহারে পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। অনেক সময়ই কেউ আসলে যেটা চায়, তার বদলে উল্টোটাই পেয়ে যায়। একটা সময় ওর আচরণ একেবারে বদলে গিয়েছিল। কিন্তু, সেটাও আমি অগ্রাহ্য করেছিলাম। ভালবাসার উপর ভরসা রেখেছিলাম। কিন্তু, সেই ভরসার দাম পেলাম না।'
Parliament Winter Session: সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে কেন্দ্রীয় সরকার মোট ১৪টি নতুন বিল পেশ করতে পারে বলেই সূত্রের খবর। তবে অধিবেশনের শুরুতেই SIR ইস্যুতে সরকারকে কোনঠাসা করবে বিরোধীরা। রবিবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলি SIR নিয়ে বিস্তারিত আলোচনা করার দাবি জানায়। সরকারের তরফে জানানো হয়েছে, সংসদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আরও পড়ুন- হুড়মুড়িয়ে কমল LPG গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় কতটা সস্তা? জানলে চমকে যাবেন সর্বদলীয় বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, শীতকালীন অধিবেশন মানে ঠান্ডা মাথায় কাজ করা। তিনি জানান, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বেশ কয়েকটি দল দিল্লি বোমা হামলা ও SIR ইস্যুতে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি বায়ুদূষণ, বৈদেশিক নীতি, কৃষকের সমস্যা, বেকারত্ব ও মূল্যবৃদ্ধির মতো বিষয়েও বিস্তৃত আলোচনার দাবি জানানো হয়েছে। এদিকে, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয়ের পর আরও আত্মবিশ্বাসী মোদী সরকার এই অধিবেশনে ১৪টি বিল সামনে আনতে চলেছে। সর্বদলীয় বৈঠকে মোট ৩৬ দলের ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে রাজনাথ সিং, জেপি নাড্ডা, কিরেন রিজিজু ও অর্জুন রাম মেঘওয়াল বৈঠকে যোগ দেন। আরও পড়ুন- বিরাট লক্ষ্যে বড় পদক্ষেপ অভিষেকের, বাংলার বুকে আজ থেকে শুরু মেগা হেলথ কর্মসূচি বৈঠকের পর কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, অধিবেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠক ডেকে সরকার শুধু আনুষ্ঠানিকতা পালন করছে। লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ অভিযোগ করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন সরকার সংসদীয় ঐতিহ্য ও গণতন্ত্রকে আঘাত করছে।” শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী রাজ্যসভায় স্লোগান নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, “বন্দে মাতরম কিংবা জয় হিন্দ-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে...যেন ব্রিটিশ শাসন চলছে।” এসআইআর ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে সমাজবাদী পার্টিও। তাদের রাজ্যসভার সাংসদ রাম গোপাল যাদব স্পষ্ট ভাষায় বলেন, “SIR নিয়ে আলোচনা না হলে সংসদ চলবে না।”আজ থেকেই শুরু হওয়া শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থ বিল পেশ করা হবে। অধিবেশন শুরুর আগে সকাল ১০টায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। আরও পড়ুন- '৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক শীতকালীন অধিবেশন শুরুর আগে থেকেই তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দিয়েছে SIR ইস্যুতে তারা সরকারকে কোণঠাসা করবে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “BLO-রা মারা যাচ্ছে। সংসদে SIR নিয়ে বিতর্ক অপরিহার্য। সরকার যদি চলতে চায়, তাহলে SIR নিয়ে আলোচনা করতে হবে।” সূত্র জানিয়েছে, ১৮তম লোকসভার ষষ্ঠ অধিবেশন ও রাজ্যসভার ২৬৯তম অধিবেশনে সরকার ১৪টি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে। অর্থনৈতিক সংস্কার-সম্পর্কিত সিকিউরিটিজ মার্কেটস কোড, বিমা আইন সংশোধন, দেউলিয়া কোড সংশোধন, কর্পোরেট আইন সংশোধনসহ বেশ কয়েকটি বড় বিল আসতে পারে। পাশাপাশি মণিপুরে কার্যকর জিএসটি-সম্পর্কিত অধ্যাদেশকেও স্থায়ী আইনে রূপান্তর করা হতে পারে। ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। আরও পড়ুন- অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি
বালি পাচার নিয়ে ফের তৎপর ED, সাতসকালে ঝাড়গ্রামে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি
জাল চালান নিয়ে বালি তোলার অভিযোগ রয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে।
Bangladesh |বাংলাদেশ সেনার দপ্তরে ১৬ বছর আগের হত্যাকাণ্ডে জড়িত ভারত! দাবি রিপোর্টে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ১৬ বছর আগের পিলখানা হত্যাকাণ্ডে যোগ রয়েছে ভারতের। এমনটাই দাবি করল সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের তৈরি তদন্ত কমিশন। ১১ মাস ধরে তদন্ত করে রবিবার তারা রিপোর্ট জমা দিয়েছে। ২০০৯ সালে পিলখানায় বাংলাদেশ রাইফেলস-এর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছিল। সেনার ৫৭ জন কর্তা নিহত হয়েছিলেন। […] The post Bangladesh | বাংলাদেশ সেনার দপ্তরে ১৬ বছর আগের হত্যাকাণ্ডে জড়িত ভারত! দাবি রিপোর্টে appeared first on Uttarbanga Sambad .
চাঁপদানিতে নিখোঁজ ৫৫ ভোটার, নোটিস টাঙিয়ে জানিয়ে দিলেন বিএলও
বিএলএ-রাও খুঁজে বের করতে পারেননি ভোটারদের।
Liquor price hike |গ্লাসে চুমুক দিলেই খসবে বাড়তি টাকা! আজ থেকে বাংলায় বাড়ছে মদের দাম
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর। আজ থেকেই রাজ্যে মদে নতুন দাম লাগু হতে চলছে। মদের গ্লাসে চুমুক দিলেই খসবে অতিরিক্ত টাকা। আবগারি দপ্তরের পূর্ব ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে বেড়ে গেল মদের দাম। এই দাম বৃদ্ধির প্রভাব রাজ্যের প্রায় সব মদেরই দাম বাড়বে। পাশাপাশি গুদাম থেকে শুরু করে খুচরো বিক্রেতা, সকলকেই এই নয়া দাম […] The post Liquor price hike | গ্লাসে চুমুক দিলেই খসবে বাড়তি টাকা! আজ থেকে বাংলায় বাড়ছে মদের দাম appeared first on Uttarbanga Sambad .
Kolkata & West Bengal Weather on 1 December, 2025: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় দিতওয়াহা (Ditwah) তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের কাছাকাছি চলে এসেছে।। তবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই, সমুদ্র উপকূলে ই শক্তি হারাবে ঘূর্ণিঝড়। ২০ থেকে ৪০ কিলোমিটার দূরত্বে স্থলভাগের পাশাপাশি সমুদ্রে অবস্থান করবে ঘূর্ণিঝড়।
NIA Raid in Kashmir: আট জায়গায় একযোগে অভিযান! দিল্লি-কাণ্ডে আরও ‘তৎপর’ NIA
Delhi Blast Case: দিল্লি বিস্ফোরণের ঘটনায় জঙ্গি-যোগ অনেকটাই স্পষ্ট। ধৃত চিকিৎসকদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ রয়েছে বলেই অনুমান তদন্তকারীদের। সেই অনুমানের নিরিখে নানা তথ্যও উঠে এসেছে তাঁদের হাতে। এই আবহে রবিবার আরও তিন জনকে পাকড়াও করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল।
ইডেনের পর রাঁচি, ‘ভগবান’বিরাটকে প্রণাম করতে আবারও মাঠে ‘অনুপ্রবেশ’বাঙালি ভক্তের
রবিবার রাঁচিতে বিরাটের পায়ে লুটিয়ে পড়েন ওই ভক্ত।
বিরাটের সেঞ্চুরিতে বাঁধনহারা উচ্ছ্বাস রোহিতের, ‘কটু শব্দে’বিঁধলেন কাকে?
ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।

23 C