Rampurhat rape case |মহিলাকে চাকু দেখিয়ে ধর্ষণ! গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার
রামপুরহাটঃ গলায় চাকু ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে এক বিধবা মহিলাকে ধর্ষনের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকরে। অভিযুক্ত ভলান্টিয়ারের নাম সাবির হোসেন। তিনি পাইকর থানায় কর্মরত বলে জানা গিয়েছে। একই থানায় কর্মরত হওয়ায় প্রথম দিকে পুলিশ সিভিককে ধরেও ছেড়ে দেয় বলে অভিযোগ। পরে মহিলার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে বাধ্য […] The post Rampurhat rape case | মহিলাকে চাকু দেখিয়ে ধর্ষণ! গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছর এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে অপারেশন সিঁদুর (Op Sindoor) চালিয়েছিল ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি। কিন্তু এরপরও শিক্ষা হয়নি পাকিস্তানের। শোনা যাচ্ছে, অপারেশন সিঁদুরের ছ’মাস কাটতে না কাটতেই জম্মু ও কাশ্মীরে ফের হামলার (J&K Attack Plan) পরিকল্পনা শুরু করেছে পাক মদতপুষ্ট […] The post Op Sindoor | অপারেশন সিঁদুরেও শিক্ষা হয়নি! ফের কাশ্মীরে হামলার ছক লস্কর-জইশের, প্রকাশ্যে গোয়েন্দা রিপোর্ট appeared first on Uttarbanga Sambad .
নাম কাটা যাবে না তো! SIR শঙ্কায় কমিশনে যাচ্ছেন সোনাগাছির যৌনকর্মীরা
লিপিকার মতো এখানকার অনেক যৌনকর্মীর জন্মভিটের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে বহু কাল আগে।
ঋজু-বিতর্কের মাঝে ‘ঠগ, বিশ্বাসঘাতক’বলে শনকে কটাক্ষ! মুখ খুলতে বাধ্য হলেন অভিনেতা
আচমকাই কেন চর্চায় শন বন্দ্যোপাধ্যায়?
ফের রক্তাক্ত ফ্রান্স! ‘আল্লাহু আকবর’স্লোগান দিয়ে পথচারিদের পিষে দিল জঙ্গি
৩৫ বছরের ওই ব্যক্তিকে গ্রেপ্তার পরেছে পুলিশ।
‘অস্ট্রেলিয়াকে হারিয়েছ…’, হরমনদের বিশ্বজয়ে নিজেদের ‘প্রতিশোধ’দেখছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
ক্রিকেট মাঠে একাধিকবার নিউজিল্যান্ডের স্বপ্নভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার কাছে হেরে।
আলোয় ভাসল গঙ্গা, দেব দীপাবলিতে বারাণসীর ৮৮টি ঘাটে জ্বলল ১৫ লাখ প্রদীপ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বিজেপির BLA-র দু’টি ভোটার কার্ড! এসআইআর আবহে পূর্বস্থলীতে ‘ভূতুড়ে’ভোটার
একই ব্যক্তির কীভাবে দু'টি ভোটার কার্ড, তা নিয়ে সরব তৃণমূল।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি তথা গোটা ভারতবর্ষকে গর্বিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্যা শিলিগুড়ির রিচা ঘোষ। ভারতের বিশ্বকাপ জয়ের সাক্ষী ছিলেন রিচার পরিবারের লোকেরা। বর্তমানে দলের সঙ্গেই রয়েছেন রিচা। মেয়ের বিশ্বকাপ জয়ের সুখানুভূতি নিয়ে বুধবার শিলিগুড়ি ফিরেছেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ ও মা স্বপ্না ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সেই […] The post Richa Ghosh | ‘রিচা আমাদের সব স্বপ্ন পূরণ করেছে, এর থেকে বড় প্রাপ্তি হতেই পারে না’, বললেন বাবা মানবেন্দ্র appeared first on Uttarbanga Sambad .
Mumbai |বিচার শুরু কাসভদের হিন্দি শিক্ষকের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০০৮ সালের ভয়াবহ ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার মূল ষড়যন্ত্রী লস্কর-ই-তৈবার সদস্যদের হিন্দি ভাষা শেখানোর অভিযোগে অভিযুক্ত সাবাউদ্দিন শেখের বিচার আবার শুরু হতে চলেছে। এনআইএ সূত্রে খবর, সাবাউদ্দিন শেখ ২৬/১১-এর হামলার আগে ভারতে প্রবেশ করে সন্ত্রাসবাদীদের হিন্দি ভাষার প্রশিক্ষণ দিয়েছিলেন, যাতে তারা স্থানীয়দের সঙ্গে মিশে যেতে পারে। আদালত জানিয়েছে, সাক্ষী হিসাবে তাঁকে […] The post Mumbai | বিচার শুরু কাসভদের হিন্দি শিক্ষকের appeared first on Uttarbanga Sambad .
CAA camp: ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’, CAA ক্যাম্প খুলতেই মন্তব্য মন্ত্রীর
CAA Camp: এসআইআর নিয়ে রাজ্যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি নেতারা বারবার আশ্বাস দিয়েছেন, এসআইআরে সমস্যা হলেও সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাবে। সেই কারণেই জায়গায় জায়গায় এই ক্যাম্প করা হচ্ছে।
Cooch Behar |পলাতক অভিযুক্ত নাবালিকাকে ধর্ষণ পিসেমশাইয়ের
কোচবিহার: ঘুমের ওষুধ খাইয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল তারই পিসেমশাইয়ের বিরুদ্ধে। বিষয়টি নাবালিকার ঠাকুমা জানতেন। তারপরেও সবটা গোপন করে রাখায় মঙ্গলবার তাঁকে আটক করেছে কোচবিহার সদর মহিলা থানার পুলিশ। মূল অভিযুক্ত অবশ্য পলাতক। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মূল অভিযুক্ত অসমের বাসিন্দা। তাই তাঁকে ধরার জন্য সেখানকার পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত সম্প্রতি। ১৪ […] The post Cooch Behar | পলাতক অভিযুক্ত নাবালিকাকে ধর্ষণ পিসেমশাইয়ের appeared first on Uttarbanga Sambad .
Cooch Behar |গোরুর গাড়ি চেপে মেলায় আসতাম
কোচবিহার: উত্তর-পূর্ব ভারতের অন্যতম বৃহৎ রাসমেলার দায়িত্ব সামলানো তো চাট্টিখানি কথা নয়। রাসমেলা সামলানোর জন্য অন্তত দু’মাস আগে থেকে আমরা প্রস্তুতি শুরু করি। পুরসভার কর্মী, আধিকারিকদের পাশাপাশি পুলিশ-প্রশাসন সহ অন্য দপ্তর থেকেও সহযোগিতা পাই। নির্বিঘ্নে মেলা মেটানোই আমাদের লক্ষ্য। মেলার আয়োজন করতে গিয়ে বারবার নস্টালজিক হয়ে যাই। মনে পড়ে শৈশব, কৈশোরের কথা। লিখলেন কোচবিহার পুরসভার […] The post Cooch Behar | গোরুর গাড়ি চেপে মেলায় আসতাম appeared first on Uttarbanga Sambad .
Haldibari |রাজ আমলের হাসপাতাল এখন ভূতুড়ে বাড়ি সংরক্ষণের অভাবে জীর্ণ দশা
হলদিবাড়ি: হলদিবাড়ি শহরের প্রাচীনতম ভবনগুলির মধ্যে পুরাতন হাসপাতাল ভবন অন্যতম। সাত নম্বর ওয়ার্ডে বাবুপাড়ার এই ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। একই দশা ওই চত্বরে থাকা চিকিৎসকদের আবাসনের। সেই আবাসনের দরজা, জানলা, ইট, চালার টিন সবই চুরি হতে শুরু করেছে। রাজার স্মৃতিবিজড়িত এইসব সংস্কার ও সংরক্ষণের দাবিতে সরব হয়েছেন হলদিবাড়ি শহরের বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, এখনই ওই […] The post Haldibari | রাজ আমলের হাসপাতাল এখন ভূতুড়ে বাড়ি সংরক্ষণের অভাবে জীর্ণ দশা appeared first on Uttarbanga Sambad .
Amol Muzumdar: অমল কি আদৌ 'রোদ্দুর' হতে পারল? ভারতকে বিশ্বকাপ জেতাতেই উঠছে প্রশ্ন
Amol Muzumdar cricket: ভারতীয় মহিলা ক্রিকেট দল ২০২৫ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল জিতেছে। এর পেছনে অন্যতম বড় ভূমিকা রয়েছে দলের প্রধান কোচ অমল মুজুমদারের। ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ হলেও তিনি কখনও ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবুও তাঁর শান্ত নেতৃত্ব এবং কৌশলগত চিন্তাভাবনায় ভারতীয় মহিলা দল আজ শিরোপা পেয়েছে। সেমিফাইনালে দুর্দান্ত জয় সেমিফাইনালে ভারতীয় মহিলা দল অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। জেমিমা রডরিগেজের অপরাজিত ১২৭ রান এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের ৮৯ রানের ইনিংস দলকে রেকর্ড রান তাড়া করে জয় এনে দিয়েছে। ম্যাচ শেষে অধিনায়ক কৌর সোজাসাপটা বলে দিয়েছেন, 'আমাদের সাফল্যের মূল স্তম্ভ অমল স্যার।' আরও পড়ুন- বাদের খাতায় এই তারকা ক্রিকেটার! ধ্বংসের পথে রঙিন কেরিয়ার অমল মুজুমদারের কোচিং দর্শন অমল মুজুমদার বিশ্বাস করেন ‘কাজের মাধ্যমে জবাব দাও’। তাঁর কোচিংয়ে ড্রেসিংরুমে কোনও অযথা চাপ থাকে না। তিনি খেলোয়াড়দের আত্মবিশ্বাসী রাখার ওপর জোর দেন। তাঁর মতে, 'আমরা ভালো শুরু করি, কিন্তু শেষটা আরও ভালোভাবে করতে হবে — এবার সেটা করেছি।' আরও পড়ুন- ফিটনেসের অভাব না রাজনীতির শিকার? টিম ইন্ডিয়ায় ফের ব্রাত্য সামি বিতর্ক ও প্রমাণ ২০২৩ সালে ভারতীয় মহিলা দলের প্রধান কোচ হওয়ার পর থেকেই তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে — কারণ তিনি কখনও ভারতের হয়ে খেলেননি। কিন্তু, মুজুমদার মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ১১,০০০-এরও বেশি রান করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। আজ তাঁর নেতৃত্বেই ভারত বিশ্বকাপ জিতেছে। আরও পড়ুন- টিম ইন্ডিয়ার জন্য বিশাল খবর, এন্ট্রি নিলেন এই তারকা ক্রিকেটার দুই দশকেরও বেশি সময় ধরে মাঠে পরিশ্রম করেছেন মুজুমদার। কখনও বড় মঞ্চে সুযোগ না পেলেও তিনি কখনও হাল ছাড়েননি। জুনিয়র দলে, বিদেশে, এমনকি নেদারল্যান্ডসেও তিনি কোচিং করিয়েছেন। ধৈর্য, পেশাদারিত্ব এবং ইতিবাচক মনোভাব তাঁকে আলাদা স্থান দিয়েছে। আরও পড়ুন- বিরাট নাকি 'বেওয়াফা'? জ্বলে উঠলেন অনুষ্কা! দিলেন যোগ্য জবাব দলের আস্থা বিশ্বজয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর বলেন, 'আমাদের সকলেরই কোচ অমল মুজুমদারের ওপর পূর্ণ আস্থা রয়েছে। তিনি কঠোর হলেও সেটা সবসময় ভালোর জন্যই হন।' হরমনপ্রীতের এই কথাই প্রমাণ করে, মজুমদার শুধু কোচ নন — তিনি দলের জন্য মানসিক শক্তিও। অমল মুজুমদারের রেকর্ড প্রথম শ্রেণির ম্যাচ: ১৭১ রান: ১১,১৬৭ সেঞ্চুরি: ৩০ লিস্ট-এ ম্যাচ: ১১৩ (৩,২৮৬ রান) টি-টোয়েন্টি ম্যাচ: ১৪ তিনি এমন একজন মানুষ, যিনি ভারতের হয়ে কখনও খেলেননি, অথচ দেশকে বিশ্বকাপ দিয়েছেন। আর, এই গল্পই অমল মজুমদারকে বিশেষ জায়গা দিয়েছে। তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
Purba Bardhaman |বিস্কুট ভালো লাগেনি! বচসার জেরে দোকানদারকে পিটিয়ে খুন, গ্রেপ্তার অভিযুক্ত খদ্দের
বর্ধমান: চায়ের সঙ্গে দেওয়া বিস্কুট ভালো লাগেনি। তা নিয়েই দোকানদারের সঙ্গে বচসা বেঁধে যায় খদ্দেরের। আর বচসা চলাকালীন ওই দোকানদারকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল খদ্দেরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার খালেরপুলে (Purba Bardhaman)। গুরুতর জখম অবস্থায় ওই চায়ের দোকানদারকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। বুধবার ভোরেই মৃত্যু হয় […] The post Purba Bardhaman | বিস্কুট ভালো লাগেনি! বচসার জেরে দোকানদারকে পিটিয়ে খুন, গ্রেপ্তার অভিযুক্ত খদ্দের appeared first on Uttarbanga Sambad .
Coochbehar |সেজে উঠল শ্বেতশুভ্র মদনমোহনবাড়ি! কোচবিহারের রাস উত্সবের সূচনা করলেন জেলাশাসক
শিবশংকর সূত্রধর, কোচবিহার: রাসচক্র ঘুরে কোচবিহারের(Coochbehar) জগদ্বিখ্যাত রাস উত্সবের। সারাদিন উপোস থাকার পর মাথায় পাগড়ি পরে রাজার বেশে যখন জেলাশাসক রাজু মিশ্র রাসের পুজোয় বসলেন তখন তার চোখে-মুখে উৎসাহের ছাপ একেবারে স্পষ্ট। দিনকয়েক আগেই জেলাশাসকের দায়িত্ব পেয়ে কোচবিহারে এসেছেন রাজু মিশ্র। এখানে আসার পর রাস উৎসবের পুজো করার দায়িত্ব তাঁর কাছে অন্যতম প্রাপ্তি বলে জানালেন […] The post Coochbehar | সেজে উঠল শ্বেতশুভ্র মদনমোহনবাড়ি! কোচবিহারের রাস উত্সবের সূচনা করলেন জেলাশাসক appeared first on Uttarbanga Sambad .
শুটিংয়ে আচমকাই বুকে ব্যথা, ধুম জ্বর, হাসপাতালে ভর্তি জীতু কমল
বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা।
New Delhi |দিল্লি দূষণ, সরব রাহুল
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজধানীর দূষণ নিয়ে প্রিয়াংকা গান্ধি ভদরার পর এবার সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তাঁর অভিযোগ, ‘দিল্লির হাওয়া-বাতাস উত্তরোত্তর বিষাক্ত হয়ে উঠলেও বিজেপি সরকার শুধু প্রতি বছর অজুহাত বদলেছে। এখন তো কেন্দ্র আর দিল্লি- দু’টি জায়গাতেই ওদের সরকার আছে। জনতা এখন পরিষ্কার হাওয়া চাইছে, প্রতিশ্রুতি নয়।’ এর জবাবে দিল্লির মন্ত্রী […] The post New Delhi | দিল্লি দূষণ, সরব রাহুল appeared first on Uttarbanga Sambad .
দুই মেহেবুবেরই ভোটার কার্ড এক! কে আসল, কে নকল?
শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের বড় গদাইখোঁড়া এলাকায় দুই ভোটার। দুজনেরই নাম মেহেবুব আলম। একজনের বয়স বছর পঞ্চাশ। অন্যজনের বয়স বছর ছাব্বিশ। এই দুই ভোটারের ভোটার কার্ডের এপিক নম্বর একই! তবে বছর ছাব্বিশের মেহেবুবের বাবার নাম আনিসুর রহমান।
মোদির বাসভবনে বিশ্বকাপ হাতে উইমেন ইন ব্লু, হরমন-স্মৃতিদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
মোদির বাসভবনে গিয়েছিলেন প্রতীকা রাওয়ালও।
শ্বশুর হয়ে গেল বাবা! এই বাংলাদেশির কাণ্ড শুনলে চোখ কপালে উঠবে
Fake Indian Voter: বাংলাদেশি যুবক ঘাপটি মেরে বসেছিলেন ভারতে। নিচ্ছিলেন যাবতীয় সুযোগ-সুবিধাও।অভিযোগ, ভারতে এসে শ্বশুরকে বাবা বানিয়ে থাকছিলেন তিনি। অভিযুক্ত যুবকের নাম রিয়াজুল ইসলাম গাজি। জানা গিয়েছে, বাংলাদেশের শ্রীপুরের বাসিন্দা রিয়াজুল ইসলাম গাজি।
সহজ হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা, হাত মেলাল ডাকবিভাগ ব্যাঙ্ক এবং ইপিএফও
পেনশনভোগীদের বাড়ির দোরগোড়ায় মিলবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা।
হারের হ্যাটট্রিক, সুপার কাপ থেকে শূন্যহাতে কলকাতা ফিরছে মহামেডান
কলকাতায় খালি হাতে ফিরতে হবে সাদা-কালো ব্রিগেডকে।
SIR: স্ত্রী BLO, এনুমারেশন ফর্ম বিলি করছেন তৃণমূল নেতা, শোরগোল দাসপুরে
TMC leader distributes enumeration form: তৃণমূল নেতার ফর্ম বিলির একটি ভিডিয়ো-সহ BLO-র বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। BLO-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে। বিজেপির অভিযোগ, ওই BLO-র স্বামী অসীম হাজরা একজন তৃণমূল নেতা। BLO-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি লিখিত অভিযোগ দায়ের করেন।
Face Pack: ঘুমাতে যাওয়ার আগে এটি দিয়ে মুখ ধুয়ে ফেলুন, মাত্র একবারে টের পাবেন পার্থক্য!
Face Pack Remedy: দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে যদি মনে হয় ত্বক নিস্তেজ এবং ক্লান্ত লাগছে, তাহলে আজ থেকেই শুরু করুন এক সহজ ঘরোয়া পদ্ধতির ব্যবহার। একবারেই বুঝতে পারবেন নিজেকে ঠিক কতটা চনমনে লাগছে। এই ঘরোয়া মিশ্রণটি ত্বক পরিষ্কার করা থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা ফেরাতে দারুণ কার্যকর। সবচেয়ে বড় সুবিধা হল— এটি সম্পূর্ণ ভেষজ। এতে কোনও রাসায়নিক উপাদান নেই। এই আয়ুর্বেদিক ফেসস্ক্রাব তৈরি হয়েছে চালের গুঁড়ো, মধু এবং লেবুর রস দিয়ে। কেন এই ফেস স্ক্রাব ব্যবহার করবেন সারাদিন ধুলো-ময়লা, দূষণ ও সূর্যের তাপে ত্বক তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারায়। এই অবস্থায় ব্যয়বহুল রাসায়নিক ট্রিটমেন্টের দরকার নেই, বরং রান্নাঘরেই পাওয়া উপাদান দিয়ে আপনি পেতে পারেন উজ্জ্বল ত্বক। অতিরিক্ত তৈলাক্ত ত্বকে ব্রণ বা দাগের সমস্যা দেখা দেয়। সময়মতো যত্ন না নিলে তা স্থায়ী হয়ে যায়। এই স্ক্রাবটি সেই সমস্যা কমাতে সাহায্য করে, ত্বককে করে তোলে পরিষ্কার, সতেজ আর কোমল। আরও পড়ুন- রান্নার আগে ডিম ধোয়া কেন জরুরি? জানুন, ডাক্তার কী বলছেন এই স্ক্রাব তৈরি করতে কী লাগবে? এই স্ক্রাব তৈরি করতে লাগবে ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ লেবুর রস, সামান্য গোলাপ জল বা সাধারণ জল। আরও পড়ুন- গন্ধরাজে মাখা মালাই চিংড়ির অসাধারণ ঘরোয়া রেসিপি, মন ভরাবে সকলের কীভাবে তৈরি করবেন এই স্ক্রাব? একটি পাত্রে চালের গুঁড়ো, মধু আর লেবুর রস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে গেলে সামান্য গোলাপ জল তাতে যোগ করুন। এবার মুখ ভালো করে পরিষ্কার করে নিন এবং স্ক্রাবটি লাগিয়ে আলতো করে মুখে ১–২ মিনিট ম্যাসাজ করুন। ৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন এবং মুখে ময়েশ্চারাইজার লাগান। সপ্তাহে ২–৩ বার এটি করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং মসৃণতা ফিরে আসবে। আরও পড়ুন- রং না করেও সহজেই কালো করতে পারেন চুল, জেনে নিন গোপন ঘরোয়া কায়দা প্রাকৃতিক স্ক্রাব হিসেবে চালের গুঁড়ো ত্বকের মৃত কোষ এবং ময়লা দূর করবে। ত্বককে করে তুলবে মসৃণ এবং উজ্জ্বল। মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, যা ব্রণ প্রতিরোধে সাহায্য করবে। লেবুর রস ভিটামিন সি সমৃদ্ধ। তা ত্বকের পিগমেন্টেশন কমায় এবং দাগ হালকা করে। গোলাপ জল ত্বকের শুষ্কতা রোধ করবে এবং ত্বকে প্রাকৃতিক ফ্রেশনেস বজায় রাখবে। আরও পড়ুন- মানবতার সেবক! দানবীর চিত্তরঞ্জন দাশের জন্মদিনে জানুন অজানা দেশবন্ধুকে মুখে লাগানোর আগে অবশ্যই প্যাচ টেস্ট করুন। লেবু কিছু ক্ষেত্রে ত্বকে জ্বালাভাব সৃষ্টি করতে পারে, তাই সংবেদনশীল ত্বকে এই ফেসপ্যাক কম ব্যবহার করুন। মনে রাখবেন এটি কোনও চিকিৎসা নয়, শুধুমাত্র আয়ুর্বেদিক কায়দায় ত্বকের যত্নের একটি পদ্ধতি মাত্র। সতর্কতা ওপরের তথ্য শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে দেওয়া হয়েছে। কোনও ধরনের স্বাস্থ্য সমস্যা বা ত্বকের অ্যালার্জির ক্ষেত্রে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।
তদন্ত ভুল পথে চালানোর চেষ্টা? জগদ্দল গুলি কাণ্ডে অর্জুনের এফআইআরে প্রশ্ন তৃণমূলের
জগদ্দলের মেঘনা জুটমিল সংলগ্ন এলাকায় শুটআউটে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিট গঠন হয়েছে।
New Delhi |পকসোর অপব্যবহার নিয়ে সুপ্রিম বার্তা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেষ্কঃ স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ কিংবা কিশোর-কিশোরীদের মধ্যে সম্মতিক্রমে যৌন সম্পর্কের ক্ষেত্রে শিশু সুরক্ষা আইন (পকসো)-এর অপব্যবহার বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ এক জনস্বার্থ মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ জানিয়েছে। আদালত বলেছে, ‘দেশের বহু তরুণ এই আইনের বিধান সম্পর্কে অজ্ঞ। ফলে কখনও […] The post New Delhi | পকসোর অপব্যবহার নিয়ে সুপ্রিম বার্তা appeared first on Uttarbanga Sambad .
TMC নেতার স্ত্রী BLO! যুক্তি শুনলে অবাক হবেন…
SIR: দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের খেটেরপোতা ২১৯ নম্বর বুথে অভিযোগ, ওই বুথের বিএলও হলেন বীণাপানি তেলি। তিনি তৃণমূল পঞ্চায়েত সদস্য শ্রীমন্ত তেলির স্ত্রী। বিরোধী সিপিএম ও বিজেপি এই নিয়ে কুলপির বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অনবদ্য পারফরম্যান্সের পরও অনিশ্চিত ভবিষ্যৎ, রোহিত-বিরাটকে ফের বাদ দিল বিসিসিআই!
সদ্য অজিদের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন 'রোকো'।
SIR-এ নিয়মভঙ্গ! BLO-র সঙ্গে কী করছেন তৃণমূল নেতা?
TMC: আজ দুপুরে জগতব্ল্ল্ভ পুর বিধানসভা কেন্দ্রের ১৮৪ নম্বর বুথের বিএলও অঙ্কিতা অধিকারী রুদ্রপুর অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশান ফর্ম বিলির কাজ করেন। তার সঙ্গে ছিলেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানে আলম মল্লিক, বিএলএ দুই মইদুল মল্লিক এবং এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীরা।
বাংলাদেশে ভোটের মিছিলে হামলা, গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী, নিহত ১
হাসপাতালে চিকিৎসাধীন BNP প্রার্থী।
Cooch Behar |এসআইআর-এর ফর্ম নিল না পোয়াতুরকুঠি
কোচবিহার ব্যুরো: এসআইআর শুরুর প্রথম দিনেই দিনহাটার সীমান্তবর্তী গ্রাম বামনহাটের সাবেক ছিটমহল পোয়াতুরকুঠিতে দানা বাঁধল বিতর্ক। মঙ্গলবার সকালে বিএলও এলাকার বাসিন্দাদের এসআইআরের নির্ধারিত ফর্ম দিতে এলে তাঁরা তা ফিরিয়ে দেন। এদিন দিনহাটা বিধানসভার ১২৮ বুথের বিএলও বিপুল মোদক সাবেক ছিট পোয়াতুরকুঠি এলাকায় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআরের নির্ধারিত ফর্ম দিলে এলাকার বাসিন্দারা সেই ফর্ম নিতে […] The post Cooch Behar | এসআইআর-এর ফর্ম নিল না পোয়াতুরকুঠি appeared first on Uttarbanga Sambad .
Mekhliganj |অযোগ্য কর্মীদের তালিকায় তৃণমূল নেতৃত্বের আত্মীয়রা
মেখলিগঞ্জ: এসএসসি দুর্নীতি মামলায় গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মধ্যে অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে সোমবার। মেখলিগঞ্জ মহকুমায় গ্রুপ ডি বিভাগের ২০ জনেরও বেশি নাম অযোগ্যদের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। তবে তালিকায় কেবল নাম ও রোল নম্বর থাকায় কে কোন স্কুলে কর্মরত বা তাঁদের বাড়ি কোথায় তা স্পষ্ট করে জানা যায়নি। এদিকে অভিযোগ […] The post Mekhliganj | অযোগ্য কর্মীদের তালিকায় তৃণমূল নেতৃত্বের আত্মীয়রা appeared first on Uttarbanga Sambad .
Mohammed Shami Snubbed: ফিটনেসের অভাব না রাজনীতির শিকার? টিম ইন্ডিয়ায় ফের ব্রাত্য সামি
Mohammed Shami: ফের কবে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে দেখতে পাওয়া যাবে মহম্মদ সামিকে? তার থেকেও বড় প্রশ্ন, আদৌ আর কখনও টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) জার্সিতে বাংলার এই পেস তারকাকে দেখতে পাওয়া যাবে? ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে বিস্তর জলঘোলা শুরু হয়েছে। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্কোয়াডে ঠাঁই মেলেনি মহম্মদ সামির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও নয়। আশা করা হয়েছিল, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) বিরুদ্ধে হয়ত সামিকে একটা সুযোগ দেওয়া হবে। কিন্তু, সেটাও শেষপর্যন্ত হল না। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার সামিকে ভারতীয় ক্রিকেট দলে দেখতে পাওয়া গিয়েছিল। তারপর থেকেই আচমকা গোটা ছবিটা বদলে গিয়েছে। 'অজ্ঞাত' কোনও একটি কারণে টিম ইন্ডিয়ায় তিনি আর সুযোগ পাচ্ছেন না। Mohammed Shami: 'আমাকে ভিলেন করা হচ্ছে...', রনজিতে ১৫ উইকেট নিয়েই 'হুঙ্কার' মহম্মদ সামির সামির জন্য একেবারে বন্ধ ভারতীয় ক্রিকেট দলের দরজা? শেষ কবে টিম ইন্ডিয়ার জার্সিতে টেস্ট ম্য়াচ খেলেছিলেন সামি? হয়ত অনেকেই ভুলে গিয়েছেন। ২০২৩ সালে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপর থেকে ভারতের হয়ে আর কখনও লাল বলের ক্রিকেট খেলতে দেখা যায়নি বাংলার এই পেস ব্যাটারিকে। ওই একই বছর শেষেরদিকে আয়োজন করা হয়েছিল ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্স করলেন সামি। টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারীও তিনিই হয়েছিলেন। দূর্ভাগ্যের বিষয়, ভারত ফাইনালে উঠেও শেষপর্যন্ত খেতাব জয় করতে পারেনি। Mohammed Shami News Update: 'দেশের সম্মান জড়িয়ে আছে...', কামব্য়াক প্রসঙ্গে মন্তব্য সামির এরপর চোটের কারণে প্রায় এক বছর ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। ২০২৫ সালে শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁর নাম নির্বাচন করা হয়েছিল। এরপর জায়গা হয় চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে সামি একেবারেই নজর কাড়তে পারেননি। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট নির্বাচকরা তাঁর থেকে চোখ ফেরাতে শুরু করেন। Mohammed Shami Birthday: ওয়ানডে ক্রিকেটে শামির এই রেকর্ড ভাঙা 'অসম্ভব', জন্মদিনে জানুন অজানা তথ্য ইতিমধ্যে মহম্মদ সামি এবং ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকরের মধ্যে হালকা বাগযুদ্ধ দেখতে পাওয়া যায়। অজিত আগরকর দাবি করেছিলেন, একমাত্র ফিটনেসের কারণেই সামিকে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে জায়গা দেওয়া হচ্ছে না। যদিও সামি নিজেকে 'ফিট' বলেই দাবি করেছিলেন। এমনকী, প্রমাণ হিসেবে তিনি রনজি ট্রফি এবং দলীপ ট্রফির পারফরম্য়ান্সও তুলে ধরেন। Mohammed Shami in Duleep Trophy 2025: প্রত্যাবর্তনেই মুখ থুবড়ে পড়লেন সামি, এবার পাকাপাকি বন্ধ টিম ইন্ডিয়ার দরজা? সম্প্রতি বাংলার হয়ে লাল বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন মহম্মদ সামি। চলতি রনজি ট্রফিতে তিনি ইতিমধ্যে ৩ ম্য়াচে ১৫ উইকেট শিকার করেছেন। এরমধ্যে গুজরাটের বিরুদ্ধে এক ইনিংসে ৫ উইকেটও শিকার করেছেন তিনি। মোটের উপর বলা যেতে পারে, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে সাদামাটা পারফরম্য়ান্সের কারণেই মহম্মদ সামিকে আর দলে নিতে চাইছেন না টিম ইন্ডিয়ার নির্বাচকরা। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ অভিযোগ করেছেন, সামির বোলিংয়ে নাকি গতি এবং লেংথের ধারাবাহিকতা নেই। পাশাপাশি এই মরশুমেও তেমন নজর কাড়তে পারেননি তিনি। এই পরিস্থিতিতে কীভাবে সামি আরও একবার ভারতীয় ক্রিকেট দলের দরজা খুলতে পারেন, সেটাই দেখার। লাল বলের ক্রিকেট হোক কিংবা সাদা।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেও ২১০০ ভারতীয় শিখকে (Indian citizen) ভিসা দিয়েছিল পাকিস্তান। মূলত গুরু নানকের জন্মজয়ন্তীর (Guru Nanak Jayanti) অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই এই ভিসা দেওয়া হয়েছিল। কিন্তু এদের মধ্যে ১৪ জন পুণ্যার্থীকে প্রথমে পাকিস্তানে (Pakistan) ঢুকতে দেওয়া হলেও পরে তাঁদের ফেরত পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সূত্রের খবর, ওই ১৪ […] The post Guru Nanak Jayanti | ‘আপনারা হিন্দু, তাই যেতে পারবেন না’, নানক জয়ন্তীতে ১৪ পুণ্যার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান appeared first on Uttarbanga Sambad .
Cooch Behar |ডিউটি থেকেও প্রথম দিন স্কুলেই শিক্ষকরা
কোচবিহার ব্যুরো:নির্বাচন কমিশনের ঘোষণা মতো মঙ্গলবার রাজ্যজুড়ে শুরু হয় এসআইআর-এর প্রথম পর্ব অর্থাৎ ফর্ম বিলি। আর এই কাজে যুক্ত রয়েছেন স্কুলের শিক্ষকরা। সব শিক্ষক এসআইআর-এর ডিউটিতে চলে গেলে বাচ্চাদের পড়াবে কে? তাই এদিন ডিউটিতে না গিয়ে স্কুলেই দিনটি কাটালেন দিনহাটায় জরাবাড়ির খরখরিয়া জুনিয়ার বেসিক স্কুলের শিক্ষকরা। এই স্কুলে তিনজন শিক্ষক রয়েছেন। তিনজনেরই বিএলও’র ডিউটি পড়েছে। […] The post Cooch Behar | ডিউটি থেকেও প্রথম দিন স্কুলেই শিক্ষকরা appeared first on Uttarbanga Sambad .
Cooch Behar |তালিকায় নাম না পেয়ে বিক্ষোভ
কোচবিহার ব্যুরো: ২০০২ সালের ভোটার তালিকা থেকে এক-দুটি নয়, অন্তত ৪৩০ জন ভোটারের নাম উধাও! এমনই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন মাথাভাঙ্গা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা গ্রামের একাংশ বাসিন্দা। মাস তিনেক আগে থেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ দানা বাঁধছিল। অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে দরবার করেও সমাধান না মেলায় মঙ্গলবার রাস্তায় নামেন তাঁরা। মাদ্রাসা চৌপথি এলাকায় […] The post Cooch Behar | তালিকায় নাম না পেয়ে বিক্ষোভ appeared first on Uttarbanga Sambad .
এসআইআর আতঙ্কে ‘চরম সিদ্ধান্ত! অপ্রীতিকর ঘটনা এড়াতে উলুবেড়িয়ায় নতুন উদ্যোগ তৃণমূলের
বুধবার মৃতের বাড়ির লোকের সঙ্গে দেখা করেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ।
Cooch Behar |বিধানসভার আগেই ভোটের আবহ জেলায়
কোচবিহার ব্যুরো:পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের এখনও কয়েকমাস বাকি। কিন্তু তার আগে মঙ্গলবার থেকেই যেন রাজ্যজুড়ে তৈরি হল ভোটের আবহ। সৌজন্যে বহু আলোচিত এসআইআর। প্রান্তিক কোচবিহারও এর ব্যতিক্রম নয়। এদিন সকাল থেকে জেলার শহর, গ্রাম নির্বিশেষে রাজনৈতিক দলগুলির ব্যস্ততা চোখে পড়ে। ইতিমধ্যে পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে হেল্প ডেস্ক। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব রাজনৈতিক দলের বুথ লেভেল […] The post Cooch Behar | বিধানসভার আগেই ভোটের আবহ জেলায় appeared first on Uttarbanga Sambad .
ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া! নেটিজেনদের বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেতা শন
এবার নিজের নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি মুখ খুললেন তিনি। বৃন্দাবন সফরের কয়েকটি ছবি ও ভিডিয়ো পোস্ট করার পর থেকেই নেটিজেনদের একাংশের মন্তব্যে ক্ষুব্ধ হন শন। সেই কারণেই দীর্ঘদিনের সংযম ভেঙে মুখ খুললেন তিনি।
Harmanpreet Kaur |বিশ্বকাপ জয়ের পরেই ‘ব্র্যান্ড ভ্যালু’ বেড়েছে হরমনপ্রীতদের
নয়াদিল্লি: বিশ্বজয়ের আনন্দে বিভোর গোটা দেশ। ইতিমধ্যে কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র চর্চা চলছে ভারতীয় কন্যাদের পারফরমেন্স নিয়ে। ইতিমধ্যে সমাজমাধ্যমে জেমিমা রডরিগেজদের ফলোয়ারের সংখ্যাও হুহু করে বৃদ্ধি পেয়েছে। শুধু সমাজমাধ্যমে ফলোয়ার নয়, জেমিমাদের বিজ্ঞাপনের পারিশ্রমিকও বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুয়ায়ী জানা গিয়েছে, বিশ্ব চ্যাম্পিয়নদের ‘ব্র্যান্ড এনডোর্সমেন্ট ফি’ ২৫ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিশ্বকাপ জেতার […] The post Harmanpreet Kaur | বিশ্বকাপ জয়ের পরেই ‘ব্র্যান্ড ভ্যালু’ বেড়েছে হরমনপ্রীতদের appeared first on Uttarbanga Sambad .
IND vs AUS 4th T20I, Playing XI: বাদের খাতায় এই তারকা ক্রিকেটার! ধ্বংসের পথে রঙিন কেরিয়ার
India vs Australia Playing XI: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে (IND vs AUS 4th T20I) আবারও উত্তেজনা চরমে। বৃহস্পতিবার গোল্ড কোস্টে মুখোমুখি হচ্ছে দুই দল, আর এই ম্যাচ জিতলেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাবে ভারত। মেলবোর্নে হার ও ক্যানবেরায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর হোবার্টে ৫ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছিল সূর্যকুমার যাদবের দল। তৃতীয় ম্যাচে ভারত তিনটি পরিবর্তন করেছিল, তবে এবার চতুর্থ ম্যাচে তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। সম্ভাব্য ভারতীয় একাদশ (Predicted India Playing XI) ১) শুভমান গিল (সহ-অধিনায়ক), ২) অভিষেক শর্মা, ৩) সূর্যকুমার যাদব (অধিনায়ক), ৪) তিলক ভার্মা, ৫) জিতেশ শর্মা (উইকেটকিপার), ৬) ওয়াশিংটন সুন্দর, ৭) অক্ষর প্যাটেল, ৮) হর্ষিত রানা, ৯) বরুণ চক্রবর্তী, ১০) অর্শদীপ সিং, ১১) জসপ্রিত বুমরাহ। বেঞ্চে থাকতে পারেন: সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কওয়াড়, শিবম দুবে। আরও পড়ুন- টিম ইন্ডিয়ার জন্য বিশাল খবর, এন্ট্রি নিলেন এই তারকা ক্রিকেটার রানা ফিরতে পারেন দলে গত ম্যাচে বেঞ্চে থাকা হর্ষিত রানা গোল্ড কোস্টে প্রথম একাদশে ফিরতে পারেন। কারণ, শিবম দুবে বল করতে এসে ভালো রান (মাত্র এক উইকেটের জন্য ৪৩ রান) দিয়েছেন। শিবম ব্যাট হাতে সুযোগ পাননি। তাই দুবের জায়গায় হর্ষিত রানার দলে ফেরার জোরদার সম্ভাবনা রয়েছে। সঞ্জু স্যামসনকে সম্ভবত এবারও বেঞ্চে দেখা যাবে। কারণ, জিতেশ শর্মা গত ম্যাচে দুর্দান্ত ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ১৩ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ভারতকে জয় এনে দিয়েছেন। টিম ম্যানেজমেন্ট তাই তাঁকে আরও একবার সুযোগ দিতে চায়। আরও পড়ুন- বিরাট নাকি 'বেওয়াফা'? জ্বলে উঠলেন অনুষ্কা! দিলেন যোগ্য জবাব অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর— এই তিনজনই স্পিন আক্রমণের মূল স্তম্ভ হিসেবে থাকছেন। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, সূর্যকুমার যাদব কি এবার সুন্দরকে বল হাতে ব্যবহার করবেন? আগের ম্যাচে অবশ্য তাঁকে এক ওভারও করাননি। অর্শদীপ সিং, বুমরাহ এবং রানা — এই তিনজনই ভারতের গতি আক্রমণের নেতৃত্বে থাকবেন। বুমরাহর অভিজ্ঞতা এবং অর্শদীপের নির্ভরযোগ্য ডেথ ওভার বোলিং- এই টিমের বড় শক্তি। আরও পড়ুন- যে মেয়েরা একসময় মাঠে জায়গাই পেত না, আজ তারাই বিশ্বচ্যাম্পিয়ন! হরমনপ্রীত-রিচাদের অবিশ্বাস্য জয়যাত্রা গৌতম গম্ভীরের টিম ম্যানেজমেন্ট সাধারণত অলরাউন্ডারদের ওপর নির্ভর করে, তাই বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দুবের জায়গায় রানা এলে সেটাই একমাত্র পরিবর্তন হতে পারে। সূর্যকুমার যাদবও ব্যাটিং অর্ডারে কোনও রদবদল করতে চাইবেন না, কারণ হোবার্টে টপ অর্ডার ভালো খেলেছে। আরও পড়ুন- এশিয়া কাপে চূড়ান্ত নোংরামি, পাকিস্তানকে 'অওকাত' চেনাল আইসিসি এই ম্যাচে জয় মানে সিরিজে ২-১ লিড এবং ফাইনাল ম্যাচের আগে বাড়তি মানসিক জোর। তাই ভারতীয় দল এবারও ব্যাটিং-বোলিং ব্যালান্স রাখতেই আগ্রহী।
Balurghat |একই নামে দুটি ভোটার কার্ড! এসআইআর আবহে বালুরঘাট থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
বালুরঘাট: একই নামে রয়েছে দুটি ভোটার কার্ড (Voter Card)। যার এপিক নম্বরও আলাদা। ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট (Balurghat) পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর এলাকায় ২৯ নম্বর বুথের। এ নিয়েই বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলা হয়েছে। তেমনি তৃণমূলও পাল্টা বিজেপির অভিযোগ নস্যাৎ করে এটিকে ব্যতিক্রমী ঘটনা বলে দাবি করেছে। মঙ্গলবার থেকে সারা রাজ্যের পাশাপাশি বালুরঘাটেও […] The post Balurghat | একই নামে দুটি ভোটার কার্ড! এসআইআর আবহে বালুরঘাট থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য appeared first on Uttarbanga Sambad .
Mathabhanga |বিজেপির বিএলএ-টু কে হেনস্তার! কাজে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
মাথাভাঙ্গাঃ মাথাভাঙ্গা মহকুমায় ভোটের প্রস্তুতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, ফকিরের কুঠি এলাকায় তাদের বিএলএ-২ কে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হেনস্থা করেছে। বুধবার কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন ও মাথাভাঙ্গার(Mathabhanga) বিজেপি বিধায়ক সুশীল বর্মন নির্বাচন কমিশনের মাথাভাঙ্গা(Mathabhanga) মহকুমা আধিকারিক তথা ইআরও-র কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, মাথাভাঙ্গার […] The post Mathabhanga | বিজেপির বিএলএ-টু কে হেনস্তার! কাজে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে appeared first on Uttarbanga Sambad .
SIR in Bengal: পড়ে রইল উনুন, খেলনা, জামাকাপড়… SIR চালু হতেই ওরা ‘গায়েব’
SIR in Bengal: তৃণমূলের দাবি, এসআইআর চালু হওয়ার পর অনেকেই আতঙ্কে রয়েছেন। তবে বিজেপি বলছেন, ভয় শুধুই তৃণমূল পাচ্ছে, সাধারণ মানুষ খুশি। ভোটার কার্ড থাকা সত্ত্বেও নিউ টাউনের ঝুপড়ি বাসিন্দারা কেন পালাচ্ছেন, তা বোঝা যাচ্ছে না। স্থানীয় মানুষজন বলছেন, এসআইআর-এর ভয়ে।
আড়াই কোটি বরাদ্দ করে রাজ্য সরকার, শুরু হল রানী শিরোমণির ‘কর্ণগড়’ সংস্কারের কাজ
সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে কর্ণগড় সংরক্ষণ নিয়ে আন্দোলন করা সংগঠনগুলি।
অসমে ভোটের মুখে বড় ধাক্কা বিজেপির, ইন্ডিয়া জোটে যোগ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর
হিমন্তের নেতৃত্বে অনাস্থা সিনিয়র বিজেপি নেতাদের!
ঘরে ফিরলে ফ্রায়েড রাইস-চিলি চিকেন রেঁধে খাওয়াবেন মা! রিচার জন্য উৎসবের মেজাজ পরিবারে
'ধাপে ধাপে সাফল্য এসেছে', বললেন রিচার বাবা
চিনের পথে হেঁটেই আমেরিকার বিরোধিতা! পরমাণু বোমা পরীক্ষা নিয়ে ট্রাম্পের দাবি ওড়াল পাকিস্তান
সিটিবিটি স্বাক্ষর না করলেও পারমাণবিক পরীক্ষা করছে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান।
‘বন্ধু’ শোভনের ফেরা নিয়ে কী বার্তা? ফিরহাদের ‘ব্যস্ততায়’ নতুন জল্পনা
একসময় কলকাতা পৌরনিগমের মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। তারপর দলের সঙ্গে মনোমালিন্য। মেয়র পদ ছাড়া। দল ছেড়ে বিজেপিতে যাওয়া। অবশষে বছর সাতেক পর আবার তৃণমূলে ফিরে এসেছেন কানন (এই নামেই শোভনকে ডাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়)। তৃণমূলে ফেরার আগে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হয়েছেন শোভন। এবার কি কলকাতা পৌরনিগমের মেয়র হবেন? তা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। আর এই জল্পনার মধ্যেই কলকাতা পৌরনিগমের বর্তমান মেয়র ফিরহাদ হাকিম শোভনকে নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। এদিন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, পুরনো বন্ধু শোভনের দলে ফেরা নিয়ে কী বলবেন? কোথাও যেন যাওয়া তাড়া রয়েছে, তা বুঝিয়ে তিনি বলেন, এই আমায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। শোভনকে নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন। কিন্তু, কেন? তা নিয়ে বাড়ছে জল্পনা। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতা সজল ঘোষ।
ছত্তিশগড়ে বড় অভিযান! মাওবাদীদের অস্ত্রঘাঁটি ধ্বংস করল নিরাপত্তারক্ষীরা
উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র।
Wash Eggs Before Cooking: রান্নার আগে ডিম ধোয়া কেন জরুরি? জানুন, ডাক্তার কী বলছেন
Wash Eggs Before Cooking: আমরা অনেকেই প্রতিদিন ডিম খাই। সকালে ব্রেকফাস্টে, দুপুরের ভাতে বা পুষ্টিকর ডায়েটের অংশ হিসেবে অনেকেই ডিম রাখেন। কিন্তু রান্নার আগে ডিম ধোয়া কতটা জরুরি, সেটা কি কখনও ভেবেছেন? বিশেষজ্ঞদের মতে, ডিমের গায়ে থাকা ধুলো, পালক বা জীবাণু আমাদের শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটাতে পারে। চলুন জেনে নেওয়া যাক কেন রান্নার আগে ডিম ধোয়া উচিত এবং কীভাবে সঠিকভাবে ডিম পরিষ্কার করবেন। স্থানীয় বাজারের ডিম বনাম প্যাকেটজাত ডিম ডা. অঞ্জনা কালিয়া এই প্রসঙ্গে বলেন, 'স্থানীয় বিক্রেতাদের কাছ থেকে কেনা ডিম সাধারণত স্যানিটাইজড করা হয় না। এগুলি সরাসরি ফার্ম থেকে আসে, যেখানে ডিমের ওপর থাকতে পারে পালক, মাটি বা পাখির বর্জ্য।' অন্যদিকে, প্যাকেটজাত বা দোকানের ব্র্যান্ডেড ডিম বিক্রির আগে ধুয়ে, জীবাণুমুক্ত করে এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। ফলে এগুলিতে ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা অনেক কম। আরও পড়ুন- গন্ধরাজে মাখা মালাই চিংড়ির অসাধারণ ঘরোয়া রেসিপি, মন ভরাবে সকলের ডা. কালিয়া বলেন, 'ডিমের খোসা দেখতে শক্ত হলেও এটি ছিদ্রযুক্ত। তাই যদি খোসার ওপর ব্যাকটেরিয়া বা ময়লা থাকে, তা ভিতরে প্রবেশ করতে পারে।' বয়ে যাওয়া জলের নীচে হালকা করে ডিম ধুলে সেই ব্যাকটেরিয়া ও ময়লা আপনার হাতের সাহায্যেই দূর হবে। এতে রান্নার সরঞ্জামে বা খাবারে সংক্রমণের ঝুঁকি কমবে। স্থানীয় বাজার থেকে কেনা ডিমে 'সালমোনেলা', 'ই. কোলাই' বা 'ক্যাম্পিলোব্যাকটার ব্যাকটেরিয়া'-র মত ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে। এই সমস্ত ব্যাকটেরিয়া সাধারণত পাখির মল, নোংরা বাসা বা অস্বাস্থ্যকর পরিবেশের সংস্পর্শে আসার ফলে ডিমের খোসার গায়ে লেগে যায়। যদি সেগুলি ডিমের ভিতরে ঢুকে যায় বা রান্নার সময় খাবারের সংস্পর্শে আসে, তাহলে পেট ব্যথা, ডায়রিয়া, জ্বর, খাদ্যবাহিত সংক্রমণ (food poisoning) হতে পারে। তাই রান্নার আগে সাধারণভাবে ডিম ধোয়া এবং পরিষ্কার করা জরুরি। আরও পড়ুন- রং না করেও সহজেই কালো করতে পারেন চুল, জেনে নিন গোপন ঘরোয়া কায়দা কীভাবে ডিম পরিষ্কার করবেন? ডিম ঠান্ডা বা হালকা গরম জলে ধুয়ে নিন। হালকা হাতে ঘষে ময়লা তুলে ফেলুন। চাইলে এক চিমটে ভিনেগার বা লবণ জলে মিশিয়ে নিতে পারেন। ডিম পরিষ্কার কাপড়ে মুছে শুকিয়ে নিন। ডিম রান্নার আগে বা ফাটানোর ঠিক আগে ধোয়াই উচিত। শুধু পরিষ্কারই নয়। ডিম রাখারও কিছু নিয়ম আছে। প্যাকেটজাত ডিম ফ্রিজে রাখুন নির্দিষ্ট ট্রেতে। স্থানীয় ডিম কিনলে অবশ্যই ধুয়ে শুকিয়ে তারপর রাখুন। ভেজা ডিম সরাসরি ফ্রিজে রাখবেন না, এতে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে পারে। আরও পড়ুন- মানবতার সেবক! দানবীর চিত্তরঞ্জন দাশের জন্মদিনে জানুন অজানা দেশবন্ধুকে প্যাকেটজাত ডিম পরিষ্কার করে জীবাণুমুক্ত করে এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। যাতে ব্যাকটেরিয়া বেড়ে উঠতে না পারে। অন্যদিকে, খোলা বাজারের ডিম যদিও অনেক সময় টাটকা হয়, কিন্তু সঠিকভাবে না ধুলে সংক্রমণের ঝুঁকি থেকেই যায়। ডা. কালিয়া এই প্রসঙ্গে বলেন, 'ডিম প্রোটিনের চমৎকার উৎস। তবে পরিষ্কার এবং সুরক্ষিতভাবে ব্যবহারের অভ্যাস গড়ে তুললে অসুখের ঝুঁকি অনেকটাই কমানো যায়।' আরও পড়ুন- কলকাতার কাছেই হনিমুনের দুর্দান্ত ঠিকানা, কম খরচে সেরা ডেস্টিনেশন! সতর্কীকরণ এই প্রবন্ধটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। আপনার যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা বা প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
IND vs SA Test Squad: টিম ইন্ডিয়ার জন্য বিশাল খবর, এন্ট্রি নিলেন এই তারকা ক্রিকেটার
India vs South Africa Test Match: আবার টেস্ট ময়দানে দেখতে পাওয়া যাবে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হবে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) পক্ষ থেকে টিম ইন্ডিয়ার ঘোষণা করে দেওয়া হয়েছে। এই স্কোয়াডে আরও একবার কামব্যাক করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে এই স্কোয়াডে খুব একটা বেশি পরিবর্তন করা হয়নি। দলের ক্যাপ্টেন্সি শুভমান গিলের (Shubman Gill) হাতেই থাকবে। এই পন্থ এই দলে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন। IND vs WI Live Updates: আম্পায়ারের সিদ্ধান্তে চরম ক্ষোভ, স্টাম্প মাইকে এ কী বললেন বুমরাহ? এন জগদীশনের জায়গায় কামব্যাক করলেন ঋষভ পন্থ ইতিপূর্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই সিরিজটা ঘরের মাঠেই ছিল। ওই সিরিজে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। ওই সিরিজ থেকে আগামী সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে মাত্র ২ পরিবর্তন করা হয়েছে। ইংল্যান্ড সফর চলাকালীন চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। সেকারণে তিনি দলের বাইরে ছিলেন। ইতিমধ্যে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলেছিলেন ধ্রুব জুরেল। সেইসঙ্গে ব্য়াক-আপ উইকেটকিপার হিসেবে এন জগদীশনকেও রাখা হয়েছিল। কিন্তু, জগদীশনকে আপাতত স্কোয়াড থেকে বের করে দেওয়া হল। সেই জায়গায় ঢুকলেন ঋষভ পন্থ। এবার উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ ঋষভই হবেন। ব্যাটার হিসেবে ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া হতে পারে। IND vs WI 2nd Test Follow On: লজ্জার ব্যাটিং ক্যারিবিয়ানদের, ফলো অন করাল টিম ইন্ডিয়া বাদ পড়লেন প্রসিদ্ধ কৃষ্ণা, দলে এলেন আকাশদীপ এর পাশাপাশি টিম ইন্ডিয়ার স্কোয়াডে আরও একটি পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা এই স্কোয়াড থেকে বাদ পড়লেন। তাঁর জায়গায় এন্ট্রি নিয়েছেন আকাশদীপ। এই সিরিজের হাত ধরে আকাশদীপেরও কামব্যাক হতে চলেছে। ইতিমধ্যে ভারতীয় এ দলের হয়ে খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণা। সেকারণে তাঁকে নির্বাচন করা হয়নি। বাকি দল একই রয়েছে। ঠিক যেমনটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিল। এই সিরিজেও ওপেনিং জুটি হিসেবে দেখা যাবে যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলকে। পেস বোলিংয়ের দায়িত্ব থাকবে মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহের উপরে। সঙ্গত দেবেন আকাশদীপ। IND vs WI Test 2025: ব্যাটিংয়ে সাফল্যের পর, দুর্দান্ত ক্যাচ নিয়ে দ্বিতীয় দিনের হিরো সুদর্শন! একনজরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সূচি ভারত বনাম দক্ষিণ আফ্রিতা সিরিজের প্রথম ম্য়াচটি আগামী ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। এরপর দ্বিতীয় ম্য়াচটি আগামী ২২ তারিখ থেকে গুয়াহাটিতে খেলা হবে। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। সেকারণে আরও বেশি গুরুত্ব বেড়ে গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতীয় ক্রিকেট দল আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। এই সিরিজটা জিতে নিজেদের পিসিটি বাড়াতে চাইবে টিম ইন্ডিয়া। IND vs WI 2nd Test Match: দ্বিতীয় টেস্টের আগে বড় খবর, শুনলে মন ভাল হবে আপনারও! ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য টিম ইন্ডিয়া: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশদীপ।
বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ঐতিহাসিক জয়ের প্রশংসায় ভাসালেন মেয়েদের বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সম্প্রতি, ২রা নভেম্বর নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত প্রথমবারের মতো আইসিসি মহিলা বিশ্বকাপ জয় করে ইতিহাস গড়েছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছিল এক আবেগঘন মুহূর্ত। প্রধানমন্ত্রী মোদী টিম ইন্ডিয়ার অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করে টুইটারে লিখেছেন, “২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা দলের দুর্দান্ত জয়। ফাইনালে পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য দক্ষতা এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ। দল পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যতিক্রমী পারফরমেন্স দেখিয়েছে। খেলোয়াড়দের অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে অনুপ্রাণিত করবে।” ফাইনাল ম্যাচে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল দাপুটে। ওপেনার শেফালি বর্মা দলের জয়ের ভিত গড়ে দেন তাঁর ৮৭ রানের ইনিংস এবং দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে। অন্যদিকে, অলরাউন্ডার দীপ্তি শর্মা খেলেন ৫৮ রানের দুর্দান্ত ইনিংস এবং পাঁচটি উইকেট তুলে নিয়ে প্রায় একাই ম্যাচ ঘুরিয়ে দেন। এছাড়াও, উইকেটরক্ষক রিচা ঘোষ ২৪ বলে ৩৪ রানের দ্রুত ইনিংস খেলে দলের জয়কে আরও মজবুত করেন। এই জয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল শুধু ট্রফি জেতেনি, বরং দেশের কোটি মানুষের হৃদয় জয় করেছে। আরও পড়ুন- বাংলায় SIR-এর মাঝেই 'হাইড্রোজেন বোমা' রাহুলের, ২৫ লক্ষ ভুয়ো ভোটার? তোলপাড় ফেলা দাবি উত্তর প্রদেশের মির্জাপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা, হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত ৬ পুণ্যার্থী আপনিও কি এই রাশির জাতক? চন্দ্র গোচরে আপনার জীবনে আসতে চলেছে নতুন ভোর, আনন্দে ভরে উঠবে জীবন নিরাপদ বিনিয়োগে পান গ্যারান্টি রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমগুলির সুবিধা জানলে মাথা ঘুরে যাবে ফের একবার সুনামি বেগে কমল সোনার দাম, বিয়ের সিজনে গ্রাহকদের মুখে চওড়া হাসির ঝলক নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় অনুরাধা নক্ষত্রে সূর্যের গোচর, এই রাশির জাতকদের জীবনে এখন শুধুই সাফল্য, দূর হবে অর্থকষ্ট ধার-দেনা পারিবারিক অশান্তিতে জর্জরিত? দিক বদল করুন আয়নার, ৯৯% মানুষই জানেন না সঠিক স্থান A spectacular win by the Indian team in the ICC Women’s Cricket World Cup 2025 Finals. Their performance in the final was marked by great skill and confidence. The team showed exceptional teamwork and tenacity throughout the tournament. Congratulations to our players. This… — Narendra Modi (@narendramodi) November 2, 2025
Money looted: ‘কম দামে সোনা কিনতে চান?’, পঞ্চসায়রের মাঠে গিয়ে হাড়হিম অভিজ্ঞতা ব্যবসায়ীর
Money looted from businessman: ধৃত ২ জনের নাম নুর ইসলাম ও সোমনাথ চক্রবর্তী। ঢোলারহাট থেকে তাঁদের গ্রেফতার করে পঞ্চসায়র থানার পুলিশ। নুরের বাড়ি ঘোলায় আর সোমনাথ ব্যারাকপুরের বাসিন্দা। এদিন ধৃতদের আদালতে তোলা হলে ১২ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
SIR |এসআইআরে নাম বাদ যাওয়ার আশঙ্কা! মতুয়াগড়ে অনশন শুরু মমতাবালার অনুগামীদের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজনীতির আঁচে তপ্ত মতুয়াদের ঠাকুরবাড়ি। কার্যত এই মুহূর্তে ৩টি শিবিরে বিভক্ত ঠাকুরবাড়ির হর্তা-কর্তারা। একদিকে রয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ও তাঁর অনুগামীরা। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের গোষ্ঠী। এতদিন ভাই শান্তনুর সঙ্গে থাকলেও সম্প্রতি পৃথক গোষ্ঠী তৈরি করেছেন আরেক বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরও। আর এই ৩ শিবিরের মধ্যেই ঘুরপাক খাচ্ছে মতুয়া […] The post SIR | এসআইআরে নাম বাদ যাওয়ার আশঙ্কা! মতুয়াগড়ে অনশন শুরু মমতাবালার অনুগামীদের appeared first on Uttarbanga Sambad .
KIFF Guest List: KIFF-র বিশেষ অতিথি তালিকায় বিরাট চমক, সারপ্রাইজ ভিজিটে শাহরুখ!
KIFF Guest List: আগামীকাল থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতি বছরের মতো, এই বছরের চলচ্চিত্র উৎসব নিয়ে উন্মাদনা থাকলেও, বিশেষ অতিথি হিসেবে কারা থাকছেন সেই নিয়ে এখনো অনেক কিছুই অজানা। চলচ্চিত্র উৎসব মানেই, বলিউড তারকাদের উপস্থিতি। দীর্ঘ অনেক বছর ধরে চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন থেকে শাহরুখ খানকেও। শাহরুখের উপস্থিতি সবসময় টক অফ দা টাউন থাকতো এক্ষেত্রে। যদিও গত বছর থেকে সেই ধারায় বদল এসেছে। অর্থাৎ? শাহরুখের জায়গায় গত বছর দেখা গিয়েছিল বলিউডের ভাইজান সালমান খানকে। কিন্তু, এবছর কার উপস্থিতি, সব থেকে বেশি চমকপ্রদ, সে নিয়ে নানান খবর রটছে হাওয়ায়। এবং খেয়াল করলে দেখা যাবে, সকলের মুখে একটাই প্রশ্ন, এবছর কে কে উপস্থিত থাকতে চলেছেন বিশেষ অতিথি হিসেবে। আগামীকাল, বিকেল চারটে থেকে শুরু হবে অনুষ্ঠান। সূত্র মারফত খবর, মতো এবছর উপস্থিত থাকতে চলেছেন শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং বিশেষ তালিকায় রয়েছেন, আরতি মুখোপাধ্যায়, রমেশ সিপ্পি এবং সুজয় ঘোষ। রমেশ সিপ্পি - শ্রদ্ধা জানাবেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়কে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকছেন। কিন্তু সকলের কাছে একটাই প্রশ্ন, বলিউড থেকে আর কেউ কেউ এবারের উপস্থিত থাকছেন কিনা? গোপন সূত্র বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শাহরুখকে ফোন পর্যন্ত করেছিলেন। যদিও কিং খান, নিজের ব্যস্ততা ছেড়ে, এবছর কলকাতায় সারপ্রাইজ ভিজিট দেবেন কিনা সেই নিয়েও আলোচনা চলছে ক্রমশ। তবে বাংলার, বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে এই বছরে, দেখা যাবে সেকথা বলতেই হয়। সেটা লেখার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, দেব - এবং আরো অন্যান্য তারকার উপস্থিতি আশা করা যাচ্ছে।
SIR-BLO: ক্লান্ত হয়ে বাস স্ট্যান্ডেই বসে পড়লেন BLO, কেউ ফর্ম বিলোচ্ছেন চায়ের দোকানে
SIR in Bengal: এক মহিলা বিএলও-কে দেখা গেল বাস স্ট্যান্ডে বসে থাকতে। সেখানেই বসেই লোকজনকে ফর্ম দিচ্ছেন তিনি। প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ক্লান্ত হলে তো বসতে হবে মানুষকে। আর এখানে সবাইকে দেখতে পাচ্ছি। বাড়ি গেলে সবার সঙ্গে দেখা হচ্ছে না।'
১০ লক্ষ টাকার বিরাট তহবিল! এই পোস্ট অফিস স্কিম আপনাকে ধনী করে তুলবে
আপনার ছোট ছোট সঞ্চয়ও আগামী কয়েক বছরের মধ্যে বড় অঙ্কের তহবিলে রূপ নিতে পারে। কী অবাক হলেন? এমনই সুযোগ দিচ্ছে ভারত সরকারের একটি নিরাপদ ও নির্ভরযোগ্য প্রকল্প। পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Recurring Deposit বা RD) স্কিমটি বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিমুক্তভাবে নির্দিষ্ট সুদের হারে টাকা বাড়ানোর সুবর্ণ সুযোগ প্রদান করছে। এই স্কিমে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করা যায়, যার শুরু মাত্র ১০০ টাকা থেকে। পাঁচ বছর ধরে নিয়মিত জমা রাখলে বিনিয়োগকারীরা সুদের উপর সুদ (compound interest) হিসেবে একটি বড় অঙ্কের টাকা পেতে পারেন। উদাহরণস্বরূপ, যদি কেউ প্রতি মাসে ১৫,০০০ টাকা করে জমা করেন, তাহলে পাঁচ বছরে মোট ৯ লক্ষ টাকা জমা হবে। বর্তমানে ৬.৭% বার্ষিক সুদের হারে তিনি প্রায় ১.৭ লক্ষ টাকা সুদ পাবেন। অর্থাৎ, মেয়াদ শেষে মোট ১০.৭ লক্ষ টাকা হাতে পাবেন—যা সম্পূর্ণরূপে নিরাপদ ও নিশ্চিত। ডাকঘর RD স্কিমটি ভারত সরকারের দ্বারা সমর্থিত, ফলে বিনিয়োগকারীর টাকা মারের কোন রকম ঝুঁকি নেই। বাজারে ওঠানামার প্রভাব এই স্কিমে পড়ে না। এটি বিশেষভাবে উপযুক্ত তাদের জন্য, যারা ঝুঁকিমুক্ত ও নিশ্চিত রিটার্ন খুঁজছেন। এই স্কিমের সুদের হার প্রতি তিন মাস অন্তর সরকার দ্বারা পুনর্বিবেচনা করা হয়। বর্তমানে সুদের হার ৬.৭%। বিনিয়োগকারীরা আগেভাগেই জানতে পারেন মেয়াদ শেষে তারা ঠিক কত টাকা পাবেন, যা এটিকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করে তোলে। আরডি অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াও সহজ—নিকটতম পোস্ট অফিসে গিয়ে মাত্র কয়েক মিনিটেই এটি খোলা যায়। পাশাপাশি, এই স্কিমে কর সাশ্রয়ের সুবিধাও পাওয়া যায়। যারা ভবিষ্যতের জন্য সুরক্ষিত এবং নিশ্চিত রিটার্নসহ বিনিয়োগ খুঁজছেন, তাদের জন্য পোস্ট অফিসের এই RD স্কিম হতে পারে একটি চমৎকার বিকল্প। আরও পড়ুন - দুর্বল ওয়াই-ফাই সংযোগে নাজেহাল? মুহূর্তে বাড়বে ইন্টারনেট স্পিড, সহজ টিপসগুলি ঝটপট জেনে নিন গ্রাহকদের জন্য বড় ধাক্কা, একাধিক প্রিপেড প্ল্যানের বৈধতা কমে গেল, ফের দাম বাড়বে? ২ লিটারে পাবেন ১৭০ কিমির অনবদ্য মাইলেজ, নামিদামি কোম্পানির এই সিএনজি স্কুটারটি বাজার কাঁপাবে ভারতীয় ইউজারদের জন্য সুখবর! বিরাট অফার ChatGPT Go-র আরও কমল খাটনি! এবার নোট লিখবে AI, বহুভাষায় ভয়েস সার্চ, অনুবাদ এখন জলভাত! পাখির পালকের চেয়েও হালকা, অনবদ্য ফিচারের সঙ্গে পান সেরা পারফরমেন্স, ২০ হাজারের কমে পান দারুণ এই ল্যাপটপ ৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio
খানাকুলে BLO-দের ‘ম্যান মার্কিং’, পিছনে ঝান্ডা হাতে তৃণমূল কর্মীরা!
সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তীব্র নিন্দা বিজেপির।
ভোটের একদিন আগে পালটি! বিজেপি হলেন জন সুরাজ প্রার্থী, অস্বস্তিতে পিকে
পিকে আগেই অভিযোগ করেছেন, বিজেপি ভয় দেখিয়ে তাঁর দলের প্রার্থীদের নাম প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে।
TCS-র এ কী হাল! ৪২২ টাকা বেতন বাড়ল কর্মীর, তাও ৬ মাস দেরিতে…
TCS Increment: কম বেতনের পরও টিসিএসে থেকে যাওয়ার সিদ্ধান্তের জন্য ওই কর্মী নিজেকেই দুষেছেন। তিনি লেখেন, এটা আমার দোষ, আমি চার বছর থেকে যাওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। যদি আইটি-তে বিষাক্ত লুপহোলে আটকে পড়েছেন বলে মনে হয়, তাহলে এটা ওয়েক-আপ কল।
Thakurbari: ‘আমাদের দাবি না মানা হলে অনশন চলবে’, হুঁশিয়ারি মতুয়া মহাসঙ্ঘের আন্দোলনকারীর
SIR In WB: ঠাকুরবাড়িতে নিজের বাড়ির সামনেই অনশনে বসেছেন মমতাবালা ঠাকুরের অনুগামীরা। তাঁর বক্তব্য, এসআইআর হলে মতুয়াদের নাম কাটা যাবে। মমতাবালা ঠাকুর নিজেই এই অনশনের ডাক দিয়েছেন। কিন্তু যখন এই খবর সম্প্রচারিত হচ্ছে, তখন তিনি অনশন মঞ্চে ছিলেন না। বিশেষ কাজে বাইরে ছিলেন।
আবারও বাদ শামি, ফিরলেন পন্থ, ঘোষিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল?
রনজিতে ভালো পারফরম্যান্স সত্ত্বেও শামির দিকে ফিরে তাকালেন না জাতীয় নির্বাচকরা।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্ক সিটির (New York) ইতিহাসে প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র হয়েছেন জোহরান মামদানি (Zohran Mamdani) । ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। মাত্র ১০ শতাংশ ভোট পেয়ে নির্দল প্রার্থীরও পেছনে রয়েছেন ট্রাম্পের প্রার্থী। উল্লেখ্য ৩৩ বছরের মামদানি মননে বামপন্থী ও মুক্ত চিন্তার সমর্থক বলে পরিচিত। বাবা মাহমুদ […] The post Zohran Mamdani | বামপন্থী মুক্ত চিন্তার সমর্থক! নিউইয়র্ক সিটির ‘কমিউনিস্ট’ মেয়র জোহরান মামদানিকে চেনেন কি? appeared first on Uttarbanga Sambad .
অনুগামীরা আমরণ অনশনে, ভার্চুয়ালি কর্মসূচির সূচনা মমতাবালার
মমতাবালা ঠাকুর নিজেই এই অনশনের ডাক দিয়েছেন। কিন্তু যখন এই খবর সম্প্রচারিত হচ্ছে, তখন তিনি অনশন মঞ্চে ছিলেন না। বিশেষ কাজে বাইরে ছিলেন। অনশনকারীদের দাবি, নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। বাংলাদেশি ঘোষণা ও বাংলাদেশি কাগজ নিয়ে নাগরিকত্ব নয়।
মাঝ আকাশে ষড়যন্ত্র CIA-র, Venezuela-র সরকার ফেলার চেষ্টা!
CIA Conspiracy, Venezuelan Government: আমেরিকা আবারও সেই একই কাজ করতে চেয়েছে। এবার টার্গেট ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরো। এই চক্রান্ত হঠাৎই সামনে চলে এসেছে। তবে, এই যাত্রায় কিন্তু বেঁচে গিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো।
Bollywood Unknown Stories: সংক্ষিপ্তভাবে বললে এটা একদম ফিল্মি কাহিনি, কিন্তু বাস্তবের গল্প। সোশ্যাল মিডিয়ার আগের সময়ে, সম্পর্ক গোপন রাখা তুলনামূলকভাবে সহজ ছিল, আর সন্দেহ হলে মানুষ সরাসরি ব্যক্তিগত গোয়েন্দা পর্যন্ত ভাড়া করতেন। এখন যদিও সবার জীবন সোশ্যাল মিডিয়ায় খোলা বই, তবুও বহু সেলেব্রিটি তাদের বাস্তব জীবনের বড় একটা অংশ আড়াল করেই রাখেন। আর ঠিক সেই লুকোনোর অভ্যাসই ভেঙে দিয়েছিল এক জনপ্রিয় টিভি দম্পতির দীর্ঘস্থায়ী সম্পর্ক। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ব্যক্তিগত গোয়েন্দা তানিয়া পুরি জানান, এক খ্যাতিমান পুরুষ টিভি অভিনেতা বহু বছর ধরে দ্বৈত জীবন চালিয়ে যাচ্ছিলেন। তাঁর স্ত্রী এবং সন্তান থাকতেন অন্য শহরে, আর আরেক শহরে তিনি সম্পূর্ণ আলাদা নামে পরিচয় দিয়ে থাকতেন। অভিনেতার বর্তমান সঙ্গী, যিনি নিজেও জনপ্রিয় টিভি অভিনেত্রী, আচরণে পরিবর্তন বুঝে গোয়েন্দাদের সাহায্য নেন। তদন্তে বেরিয়ে আসে চমকে যাওয়ার মতো সত্য। Shubhashis Mukherjee: কর্পোরেট বিয়ে! যেভাবে ঘর বাঁধলেন শুভাশিস-ঈশিতা? তানিয়া জানান, প্রথম স্ত্রী ও প্রাপ্তবয়স্ক সন্তান ছিল সেই অভিনেতার, যাদের আর্থিক সাহায্য-ও করতেন। মজার বিষয়, সেই অর্থের বড় অংশই আসত বর্তমান সঙ্গিনীর কাছ থেকে। তবে প্রথম বিয়ের বিচ্ছেদ হয়নি, আর দ্বিতীয় সম্পর্কটাও আইনত নিবন্ধিত নয়। বরং মন্দিরে প্রতিজ্ঞা করে তারা দম্পতির মতোই থাকতেন এবং প্রকাশ্যে বলতেন, বিয়েতে বিশ্বাস করি না। IMDB Top 5 Indian Movies: এ বছরের কোন কোন ছবি IMDB-র শীর্ষে? দেখে নিন এক ঝলকে... প্রথম স্ত্রী ছোট শহরের সাধারণ স্কুলশিক্ষিকা। সেখানে কেউই জানত না তিনি একজন টিভি তারকার স্ত্রী। অভিনেতা সেই শহরে অন্য নামে পরিচিত ছিলেন, ফলে তাঁর দ্বৈত জীবন প্রায় অনেকদিন প্রকাশ পায়নি। সত্য সামনে আসতেই অভিনেত্রীর কাছে বিষয়টি ছিল সম্মান ও আত্মসম্মানের প্রশ্ন। তাই তিনি কাউকে কিছু না বলে সরে দাঁড়ান, কারণ পাশে থাকলে তাঁকেই অপমান সইতে হতো। মোট কথা, জনপ্রিয়তা আর গোপনীয়তার আড়ালে এত বড় প্রতারণা চলছিল, আর এক গোয়েন্দার তদন্তেই ভেঙে গেল তার মুখোশ। নেহাতই টিভি সিরিয়ালের স্ক্রিপ্ট মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব।
মায়ের মৃত্যুবার্ষিকীতে মহৎ পদক্ষেপ, গ্রামের সব কৃষকের ঋণ মেটালেন যুবক
কত টাকা ঋণ মেটালেন তিনি?
Abhishek Sharma |‘আশা করি দ্রুত ওকে ফেরানো যাবে’, আগ্রাসী অভিষেকের প্রশংসায় অজি স্পিনার
গোল্ড কোস্ট: অস্ট্রেলিয়ার মাটিতেও অভিষেক শর্মার ‘দাদাগিরি’ অব্যাহত। পরিস্থিতি, পরিবেশ, পিচের চরিত্র বদলালেও ‘শর্মাজি কি বেটা’ রয়েছেন নিজের মেজাজেই। অভিষেকের যে বিস্ফোরক মেজাজকে কুর্নিশ জানাতে বাধ্য হচ্ছে অজি শিবিরও। অ্যাডাম জাম্পার অবর্তমানে চলতি টি২০ সিরিজে অজি স্পিন ব্রিগেডের দায়িত্বে থাকা ম্যাট কুহনেম্যানের মতে অভিষেক দুরন্ত প্রতিভা। অস্ট্রেলিয়ার বাউন্সি পিচের চ্যালেঞ্জ যেভাবে সামলাচ্ছেন, তা প্রশংসার দাবি […] The post Abhishek Sharma | ‘আশা করি দ্রুত ওকে ফেরানো যাবে’, আগ্রাসী অভিষেকের প্রশংসায় অজি স্পিনার appeared first on Uttarbanga Sambad .
প্রেমে পড়ার পরই মায়ের সঙ্গে দূরত্ব অহনার, অবশেষে ঘুচল তিক্ততা? দেখুন কী করলেন নায়িকা
শাশুড়িমার নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন মীরা।
পুলিশি ‘হেনস্তা’র প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও, ৭২ ঘণ্টার মধ্যে IC বদলের দাবি সুকান্তর
থানা থেকে কিছুটা দূরে মিছিলে বাধা দেয় পুলিশ।
পনির আর আলু দিয়ে রেঁধে নিন কোফতা, লাঞ্চে এই পদ হইচই ফেলে দেবে
অনেকে আবার মটর পনির বা সরষে পনিরও খান। তবে নতুন কিছু ট্রাই করতে পনির-আলুর কোফতা কিন্তু রেঁধে দেখতে পারেন। স্বাদ বদলাতে মা-ঠাকুমারা হামেশাই এই রান্না করে থাকতেন। যা কিনা রান্না করাও সহজ স্বাদেও অতুলনীয়।
Bhangar: ভাঙড়ে যুবকের মৃত্যুতে ফের SIR আতঙ্কের তত্ত্ব
সফিকূলের স্ত্রী জানাচ্ছেন, কয়েকদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন তাঁর স্বামী। কারোর সঙ্গে ঠিকভাবে কথা বলছিলেন না তিনি। খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। মাঝেমধ্যে কাগজপত্র নিয়ে বসতেন। আর স্ত্রীকে বলতেন, তাঁদের কাছে সব কাগজ নেই।
‘প্রত্যেক বছরের সঙ্গে আমার ভালোবাসাও বাড়ছে’, জন্মদিনে আথিয়াকে আদুরে শুভেচ্ছা রাহুলের
বলিউডকে চলতি বছরেই বিদায় জানিয়েছেন আথিয়া।
pan card loan fraud: আপনার প্যান ব্যবহার করে ঋণ জালিয়াতি? কীভাবে জানবেন? দ্রুত পরীক্ষা করুন
pan card loan fraud: বর্তমান ডিজিটাল যুগে আর্থিক প্রতারণা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতারকরা এখন এমন প্রযুক্তি ব্যবহার করছে যার মাধ্যমে তারা আপনার অনুমতি ছাড়াই আপনার প্যান কার্ড নম্বর ব্যবহার করে লোন নিতে পারে। প্যান কার্ড এখন শুধু পরিচয়পত্র নয়, এটি আপনার আর্থিক মাপকাঠির গুরুত্বপূর্ণ চাবিকাঠি। তাই এর অপব্যবহার হলে তা বড় ধরনের সমস্যার মুখে পড়তে পারেন। আপনার নামে ঋণ জালিয়াতি চলছে কিনা তা জানার সবচেয়ে সহজ উপায় হল আপনার ক্রেডিট রিপোর্ট (CIBIL Report) পরীক্ষা করা। এটি একপ্রকার “গুপ্তচর রিপোর্ট”, যা আপনার নামে চলা সমস্ত ঋণ এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে। CIBIL, Experian এবং Equifax-এর মতো ক্রেডিট ব্যুরো আপনার প্যানের মাধ্যমে নেওয়া প্রতিটি ঋণের রেকর্ড রাখে। রিপোর্ট চেক করতে আপনি এই ব্যুরোগুলির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার প্যান নম্বর ও মোবাইল নম্বর প্রদান করে বিনামূল্যের ক্রেডিট রিপোর্ট ডাউনলোড করতে পারেন। রিপোর্টে স্পষ্টভাবে দেখা যাবে আপনার নামে বর্তমানে কোন কোন ঋণ এবং ক্রেডিট কার্ড সক্রিয় রয়েছে, বা কোনও নতুন ক্রেডিট অনুসন্ধান হয়েছে কিনা। রিপোর্ট পড়ার সময় বিশেষভাবে খেয়াল রাখুন, আপনি এমন কোনও ঋণ বা ক্রেডিট কার্ড দেখছেন কিনা যার জন্য আপনি আবেদন করেননি। অপরিচিত ব্যাংক বা কোম্পানির নাম, ভুল অ্যাকাউন্ট নম্বর, কিংবা অনুমতি ছাড়াই করা কোনও ক্রেডিট অনুসন্ধান থাকলে বুঝবেন কিছু গোলমাল আছে। যদি আপনি এমন কোনও লোক জালিয়াতির ঘটনা লক্ষ্য করেন, প্রথমেই ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন, তারপর সংশ্লিষ্ট ক্রেডিট ব্যুরোতে একটি অনলাইন অভিযোগ (dispute) দায়ের করুন। প্রমাণ হিসেবে নিজের পরিচয়পত্র এবং একটি হলফনামা দিতে হবে। পাশাপাশি নিকটস্থ থানার সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করে এফআইআর করুন। নিজের প্যান কার্ড নিরাপদ রাখতে কিছু বিষয় অবশ্যই মেনে চলা জরুরি। কখনও কোনও অজানা ওয়েবসাইট, অ্যাপ বা হোয়াটসঅ্যাপে প্যান নম্বর শেয়ার করবেন না। প্রয়োজন হলে কেবলমাত্র যাচাই করা সংস্থার সঙ্গে শেয়ার করুন। প্যানের ফটোকপি জমা দেওয়ার সময় স্বাক্ষর ও ব্যবহারের উদ্দেশ্য উল্লেখ করুন। এছাড়াও, ব্যাংক অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং প্রতিটি ঋণ বা ট্রানজাকশনের এসএমএস/ইমেল অ্যালার্ট চালু রাখুন। সচেতন থাকলে আপনি সহজেই এই ধরনের জালিয়াতি থেকে নিজেকে এবং আপনার আর্থিক তথ্যকে সুরক্ষিত রাখতে পারবেন। আরও পড়ুন- শীতে ঘর যেমন থাকবে গরম, গ্রীষ্মে পান কনকনে ঠান্ডা, বাড়িতে আনুন ডবল বেনিফিটের হট অ্যান্ড কোল্ড এসি দুর্বল ওয়াই-ফাই সংযোগে নাজেহাল? মুহূর্তে বাড়বে ইন্টারনেট স্পিড, সহজ টিপসগুলি ঝটপট জেনে নিন গ্রাহকদের জন্য বড় ধাক্কা, একাধিক প্রিপেড প্ল্যানের বৈধতা কমে গেল, ফের দাম বাড়বে? ২ লিটারে পাবেন ১৭০ কিমির অনবদ্য মাইলেজ, নামিদামি কোম্পানির এই সিএনজি স্কুটারটি বাজার কাঁপাবে ভারতীয় ইউজারদের জন্য সুখবর! বিরাট অফার ChatGPT Go-র আরও কমল খাটনি! এবার নোট লিখবে AI, বহুভাষায় ভয়েস সার্চ, অনুবাদ এখন জলভাত! পাখির পালকের চেয়েও হালকা, অনবদ্য ফিচারের সঙ্গে পান সেরা পারফরমেন্স, ২০ হাজারের কমে পান দারুণ এই ল্যাপটপ ৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio
বিদেশে Air Force Base হাতছাড়া হল ভারতের, পিছনে কলকাঠি নাড়ছে কে?
Sukhoi 30 MKI: কাজাখস্থানের বায়ুসেনা ঘাঁটি থেকে পাততাড়ি গুটিয়ে চলে এল ভারতীয় বায়ুসেনা। আয়নি ও ফারখোর নামের দুটি ঘাঁটিতে অপারেট করত ভারতীয় বায়ুসেনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সোয়ালও মেনে নিয়েছে এই ঘটনা।
TMC: ছাগলে খেয়েছে ধান, তা নিয়েই তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তেজনা লাভপুরে
Trinamool Congress: নেপথ্যের কারণ জানলে একটু অবাক হবেন। ছাগলে খেয়েছে ধান। আর তা নিয়ে ক্রমেই তপ্ত হয়ে উঠল এলাকা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দেখা গেল ব্যাপক সংঘর্ষের ছবি। প্রথমে বচসা, তারপর রীতিমতো হাতাহাতি, লাঠালাঠির ছবি দেখা গেল। অবস্থা এমন দাঁড়াল যে শেষ পর্যন্ত কয়েকজনকে ভর্তি করা হল হাসপাতালে।
Virat Kohli Latest News: বিরাট নাকি 'বেওয়াফা'? জ্বলে উঠলেন অনুষ্কা! দিলেন যোগ্য জবাব
Virat Kohli Latest News: ভারতীয় দলের ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli) আর বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)-কে নিয়ে ফ্যানদের উন্মাদনা নতুন কিছু নয়। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ফ্যানের তৈরি মজার রিল, যা দেখে হাসি চেপে রাখতে পারেননি অনুষ্কা নিজেও! সম্প্রতি ইনস্টাগ্রামে পৃত্থী জাভেরি (@prithvi__zaveri) নামে এক ফ্যান একটি রিল পোস্ট করেছেন। সেই রিলের পটভূমিতে বাজছে ইমরান খানের জনপ্রিয় গান বেওয়াফা (Bewafa)। রিলটিতে দেখা গেছে, ওই ফ্যান নাটকীয়ভাবে কষ্টে কাঁদছেন— যেন কোহলির কোনও বক্তব্যে তাঁর হৃদয় ভেঙে গেছে! রিলের ক্যাপশনে লেখা, 'যখন বিরাট কোহলি বলেছিলেন যে তাঁর খারাপ সময়ে শুধু অনুষ্কা শর্মাই তাঁর পাশে দাঁড়িয়েছেন।' আরও পড়ুন- এশিয়া কাপে চূড়ান্ত নোংরামি, পাকিস্তানকে 'অওকাত' চেনাল আইসিসি অনুষ্কা শর্মার প্রতিক্রিয়া সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, অনুষ্কা শর্মা নিজে এই রিলটি লাইক করেছেন। মুহূর্তের মধ্যে সেই 'like' সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে। টুইটার (X)–এ একজন ইউজার স্ক্রিনশট দিয়ে লেখেন, 'তিনি সত্যিই এক দারুণ মজাদার মহিলা, হাসাতে হাসাতে পাগল করে দেবেন!' আরেকজন লিখেছেন, 'অবাক হওয়ার কিছু নেই যে ম্যাডাম কোহলি সাহেবকে জয় করেছেন, রসবোধ তো সবসময়ই আকর্ষণীয়।' নেটিজেনরা মজার ছলে অনুষ্কার সেন্স অব হিউমারের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, 'তিনি ভীষণ মজার একজন মহিলা'। আবার একজন লিখেছেন, 'অনুষ্কা বউদি লাইক করেছেন।' আরও পড়ুন- যে মেয়েরা একসময় মাঠে জায়গাই পেত না, আজ তারাই বিশ্বচ্যাম্পিয়ন! হরমনপ্রীত-রিচাদের অবিশ্বাস্য জয়যাত্রা গত বছর নভেম্বর মাসে পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে তাঁর ৮১তম আন্তর্জাতিক শতরান করার পর কোহলি বলেছিলেন, 'অনুষ্কা সব সুখ-দুঃখে আমার পাশে থেকেছে। পরদার আড়ালে কী ঘটে, তার সবকিছুই সে জানে। ও এখানে আছে। এই বিষয়টিই মুহূর্তটাকে আরও বিশেষ করে তুলেছে।' এই বক্তব্য থেকেই তৈরি হয়েছে রিলটির প্রেক্ষাপট। আরও পড়ুন- মানবতার সেবক! দানবীর চিত্তরঞ্জন দাশের জন্মদিনে জানুন অজানা দেশবন্ধুকে অনুষ্কা ও বিরাটের পরিচয় হয়েছিল ২০১৩ সালে, একটি বিজ্ঞাপনের শুটিং সেটে। চার বছর পর, ২০১৭ সালের ডিসেম্বর মাসে ইতালিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দু'জন। ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের কন্যা সন্তান ভামিকার জন্ম হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাঁদের পুত্র সন্তান আকায়-এর জন্ম হয়। তাঁদের পারিবারিক জীবন এবং সম্পর্কের রসায়ন এখনও বলিউড-ক্রিকেট জগতের অন্যতম আলোচিত দৃষ্টান্ত। আরও পড়ুন- কলকাতার কাছেই হনিমুনের দুর্দান্ত ঠিকানা, কম খরচে সেরা ডেস্টিনেশন! বলিউডে তারকারা সাধারণত এমন রিল বা মিম লাইক করেন না যেটা সরাসরি তাঁদের সম্পর্ক বা ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত। কিন্তু, অনুষ্কা শর্মা ব্যতিক্রম। তাঁর প্রতিক্রিয়াই প্রমাণ যে, তিনি শুধু তারকা নন, এক অসাধারণ রসবোধসম্পন্ন মানুষ। ইনস্টাগ্রাম ও টুইটারে হাজার হাজার কমেন্টে ভরে গেছে এই পোস্ট। কেউ লিখেছেন, 'অনুষ্কার রসবোধ নিঃসন্দেহে সেরা!' আরেকজনের মতে, 'এই দম্পতিই আদর্শ — ভালোবাসা, শ্রদ্ধা আর হাসির নিখুঁত বন্ধন রয়েছে এঁদের মধ্যে!'
India-South Africa Series |সোমবার পৌঁছোচ্ছেন শুভমানরা, রবিবার কলকাতায় আসছেন বাভুমারা
কলকাতাঃ উৎসবের মরশুম শেষ। আর উৎসবের মরশুম শেষের পরই কলকাতায় শুরু হচ্ছে ক্রিকেট উৎসব। ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। সেই টেস্টের লক্ষ্যেই আগামী রবিবার কলকাতায় পৌঁছে যাচ্ছেন টেম্বা বাভুমারা। সোমবার থেকে ইডেনে অনুশীলন করার কথা দক্ষিণ আফ্রিকা দলের। আর সেদিনই রাতে কলকাতায় পা রাখতে চলেছে ভারতীয় […] The post India-South Africa Series | সোমবার পৌঁছোচ্ছেন শুভমানরা, রবিবার কলকাতায় আসছেন বাভুমারা appeared first on Uttarbanga Sambad .
Sreemoyee |‘আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই’, লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন নিয়ে সুকান্তকে কড়া জবাব শ্রীময়ীর
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে কড়া জবাব কাঞ্চন-পত্নী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj Mullick)। বললেন, ‘আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই।’ মঙ্গলবার সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে লেখেন, ‘গত ১৭ই অক্টোবর, ২০২৫ তারিখের একটি লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi Bhandar) আবেদনপত্র এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটিতে নাম-সহ যে তথ্য এবং […] The post Sreemoyee | ‘আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই’, লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন নিয়ে সুকান্তকে কড়া জবাব শ্রীময়ীর appeared first on Uttarbanga Sambad .
IMDB Top 5 Indian Movies: এ বছরের কোন কোন ছবি IMDB-র শীর্ষে? দেখে নিন এক ঝলকে...
SIR: এসআইআর নিয়ে কতটা আতঙ্কে মতুয়ারা?
Matua on SIR: আমরণ অনশনের ডাক দিয়ে তীব্র চাপানউতোর তৈরি করেছিলেন মমতাবালা। অন্যদিকে শান্তনু ঠাকুর বলছেন, এসআইআরে নাম না থাকলে মতুয়াদের জন্য সিএএ-র রাস্তা খোলা থাকছে। তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর-বিতর্কের অন্ত নেই।
একই এপিক নম্বরে দুই ভোটার! বাংলাদেশি অভিযোগে ব্যক্তিকে বেধড়ক মার শীতলকুচিতে
আনিসুরের দাবি, বাংলাদেশ থেকে এসে ভুয়ো নথিপত্র বানায় অভিযুক্তরা।
একই এপিক নম্বরে দুই ভোটার! বাংলাদেশি অভিযোগে ব্যক্তিকে বেধরক মার শীতলকুচিতে
আনিসুরের দাবি, বাংলাদেশ থেকে এসে ভুয়ো নথিপত্র বানায় অভিযুক্তরা।
বিএলওর সঙ্গে সহকারী সভাপধিপতি, বিতর্ক চাঁচলে
এসআইআর শুরুতেই বিতর্কে শাসকদল। বুথ লেভেল এজেন্ট ন, বিএলও-র সঙ্গে ঘুরছেন খোদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ছে চাঁচলে। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে চলেছে বিজেপি।
বন্ধুর ধারের টাকায় রাতারাতি কোটিপতি! লটারিতে ১১ কোটি জিতলেন সবজি বিক্রেতা
১ লক্ষ কৃতজ্ঞতা-উপহার বন্ধুকে।
5000mAh Battery Mobile :যারা বাজেটের মধ্যে একটি নতুন স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য বর্তমানে বাজারে বেশ কয়েকটি দুর্দান্ত বিকল্প রয়েছে। বিশেষ করে ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ ফোনগুলি এখন গ্রাহকদের মধ্যে দারুণ জনপ্রিয়। স্যামসাং, রিয়েলমি এবং লাভার মতো শীর্ষ ব্র্যান্ডের স্মার্টফোনগুলি এখন খুবই সাশ্রয়ী দামে অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ পাঁচটি সেরা বাজেট স্মার্টফোনের দাম ও বৈশিষ্ট্য। প্রথমেই রয়েছে Lava Bold N1 Pro, যার দাম অ্যামাজনে মাত্র ৬,৫৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ । দ্বিতীয়ত, Realme C61 একটি চমৎকার বিকল্প, যার মধ্যে রয়েছে শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি। এটি Flipkart-এ ৬,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটিতে রয়েছে ৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট। Ai+ Pulse ফোনটিও আকর্ষণীয় বিকল্প। এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। Flipkart-এ ফোনটি মাত্র ৫,৯৯৯ টাকা। চতুর্থ তালিকায় রয়েছে Samsung Galaxy F07, যার দাম ৬,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি, সহজেই দীর্ঘক্ষণ ব্যাকআপ প্রদান করে। শেষে, Samsung Galaxy M07 ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আরেকটি শক্তিশালী বিকল্প। ফোনটির দাম ৬,৭৯৯ টাকা এবং এতে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি Amazon-এ সহজেই কেনা যাবে। এই পাঁচটি ফোনই দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সঙ্গে দুর্দান্ত ফিচার প্রদান করে, যা প্রতিদিনের ব্যবহারের জন্য উপযুক্ত বিকল্প হতে পারে। আরও পড়ুন - দুর্বল ওয়াই-ফাই সংযোগে নাজেহাল? মুহূর্তে বাড়বে ইন্টারনেট স্পিড, সহজ টিপসগুলি ঝটপট জেনে নিন গ্রাহকদের জন্য বড় ধাক্কা, একাধিক প্রিপেড প্ল্যানের বৈধতা কমে গেল, ফের দাম বাড়বে? ২ লিটারে পাবেন ১৭০ কিমির অনবদ্য মাইলেজ, নামিদামি কোম্পানির এই সিএনজি স্কুটারটি বাজার কাঁপাবে ভারতীয় ইউজারদের জন্য সুখবর! বিরাট অফার ChatGPT Go-র আরও কমল খাটনি! এবার নোট লিখবে AI, বহুভাষায় ভয়েস সার্চ, অনুবাদ এখন জলভাত! পাখির পালকের চেয়েও হালকা, অনবদ্য ফিচারের সঙ্গে পান সেরা পারফরমেন্স, ২০ হাজারের কমে পান দারুণ এই ল্যাপটপ ৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio
Geyser use Tips: শীতকালে গিজার ব্যবহারের আগে যে জিনিস মাথায় রাখা অত্যন্ত জরুরি
দীর্ঘদিন বন্ধ থাকার পর শীতের শুরুতে গিজার চালানোর আগে কিছু প্রয়োজনীয় সতর্কতা ও সার্ভিসিংয়ের কাজ করে নেওয়া অত্যন্ত জরুরি। একটু অসাবধানতা বড়সড় বিপদ, এমনকি বৈদ্যুতিক দুর্ঘটনাও ঘটাতে পারে। এ বার শীত পড়ার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন।

24 C