উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গান্ধি পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধি বঢরা এবং ব্যবসায়ী রবার্ট বঢরার পুত্র রেহান বঢরা তাঁর দীর্ঘদিনের বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান (Raihan Vadra Engagement) পর্ব সম্পন্ন করলেন। জানা গিয়েছে, গত সাত বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। আভিভার পরিবার দিল্লিরই বাসিন্দা এবং দুই পরিবারের মধ্যে অত্যন্ত […] The post Raihan Vadra Engagement | ৭ বছরের প্রেম পরিণতি পেল বাগদানে, জেনে নিন কে হচ্ছেন সোনিয়া গান্ধির নাতবৌমা… appeared first on Uttarbanga Sambad .
Russia President Vladimir Putin: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি হামলার দাবি অস্বীকার করেছেন। রাশিয়ার দাবিকে মিথ্যা বলেই অ্যাখ্যা দিয়েছেন। কিভে যে হামলা চালানো হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে শান্তি চুক্তির আলোচনা চলছে, তা ভেস্তে দিতেই রাশিয়া মিথ্যাচার করছে।
Amit Shah On DGP-CS: প্রক্সি ডিজিপি, প্রক্সি মুখ্যসচিব বসিয়েছেন মুখ্যমন্ত্রী: অমিত শাহ
Amit Shah: পাশাপাশি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করছেন রাজীব কুমার। ২০২৪ সালের জুলাই মাস থেকে তিনি এই পদে রয়েছেন। এর আগে ডিসেম্বর ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্তও এই পদে ছিলেন। রাজীব কুমার মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন একজন আমলা।
স্বামী জিয়াউরের পাশেই কবর খালেদার, তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইউনুসের
খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
Chimney Village: দার্জিলিং জেলার কার্শিয়ং মহকুমার এক নিরিবিলি কোণে অবস্থিত চিমনি গ্রাম, একটি প্রায় অচেনা, অথচ অপরূপ সৌন্দর্যে ভরপুর অফবিট পর্যটনকেন্দ্র। পাহাড়, বন, কুয়াশা আর গ্রামবাংলার সহজ জীবনযাত্রার মেলবন্ধনে চিমনি গ্রাম আজও শহুরে কোলাহল থেকে অনেক দূরে নিজস্ব ছন্দে বেঁচে আছে। যারা ভিড় এড়িয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য চিমনি গ্রাম হতে পারে আদর্শ গন্তব্য। চিমনি গ্রামের নামকরণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গল্প প্রচলিত আছে। শোনা যায়, ব্রিটিশ আমলে এখানে একটি বড় চিমনির মতো কাঠামো ছিল, যা থেকেই গ্রামের নাম ‘চিমনি’। বর্তমানে সেই কাঠামো আর নেই, কিন্তু নামের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের স্মৃতি। গ্রামটি মূলত লেপচা, নেপালি ও অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর বসতিপূর্ণ এলাকা। এখানকার মানুষজন অত্যন্ত সরল ও অতিথিপরায়ণ, যা পর্যটকদের মনে বিশেষ ছাপ ফেলে। আরও পড়ুন- Pabung Kurseong: উত্তরবঙ্গের লুকনো রত্ন পাবং! কার্শিয়ঙের অফবিট অপূর্ব পাহাড়ি গ্রাম মন কাড়ছে পর্যটকদের প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে চিমনি গ্রাম সত্যিই অনন্য। চারদিকে সবুজ পাহাড়, পাইন ও ওক গাছের সারি, দূরে দূরে ঝরনার শব্দ, সব মিলিয়ে এক শান্ত পরিবেশ। ভোরবেলায় পাহাড় ঘিরে থাকা কুয়াশা ধীরে ধীরে সরে গিয়ে সূর্যের আলো যখন গ্রামটিকে আলোকিত করে, তখন দৃশ্যটি চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এখান থেকে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার ঝলকও দেখা যায়, যা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ। আরও পড়ুন- Offbeat Places:'সেরার সেরা' ভ্রমণ অভিজ্ঞতা হবে! অপার্থিব সুখের ভাণ্ডার লুকিয়ে উত্তরবঙ্গের এই পাহাড়ি গাঁয়ে চিমনি গ্রাম ট্রেকিংপ্রেমীদের কাছেও বেশ জনপ্রিয় হতে পারে। আশপাশে ছোট-বড় একাধিক ট্রেকিং রুট রয়েছে, যেগুলি বনভূমি ও পাহাড়ি পথের মধ্য দিয়ে গেছে। পাশাপাশি, পাখিপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান। নানা প্রজাতির পাহাড়ি পাখির ডাক এখানে সারাদিন শোনা যায়। ফটোগ্রাফারদের জন্যও চিমনি গ্রাম এক স্বপ্নের জায়গা। আরও পড়ুন- Offbeat Destination: বাংলার এই পাহাড়ি গ্রামের মন্ত্রমুগ্ধকর পরিবেশের প্রেমে পড়বেনই! হৃদয় জুড়োতে এপ্রান্তের জুড়ি নেই! পর্যটনের দিক থেকে চিমনি গ্রাম এখনও খুব একটা উন্নত নয়, তবে এটিই এর সবচেয়ে বড় আকর্ষণ। এখানে বিলাসবহুল হোটেলের বদলে রয়েছে ছোট হোমস্টে, যেখানে স্থানীয় খাবারের স্বাদ ও পাহাড়ি জীবনযাত্রা কাছ থেকে উপভোগ করা যায়। কার্শিয়ং শহর থেকে অল্প সময়ের পথ হলেও চিমনি গ্রামে পৌঁছনোর পর মনে হয় যেন এক অন্য জগতে চলে এসেছেন। আরও পড়ুন- North Bengal:উত্তরবঙ্গের লুকনো রত্ন চিসাং! অপরূপ, অসাধারণ এই প্রান্তের অনির্বচনীয় শোভার প্রেমে পড়বেনই! সব মিলিয়ে, চিমনি গ্রাম কার্শিয়ঙের এক অফবিট রত্ন, যেখানে প্রকৃতি, শান্তি আর সরল জীবনের স্বাদ একসঙ্গে পাওয়া যায়। ভবিষ্যতে সচেতন ও পরিবেশবান্ধব পর্যটনের মাধ্যমে এই গ্রাম আরও পরিচিত হয়ে উঠবে, এমনটাই আশা করা যায়।
কলকাতা থেকে শাহি গর্জনের মাঝেই দিল্লিতে মোদীর সঙ্গে দেখা করলেন অধীর, তুমুল চর্চা
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই রাজনৈতিক উত্তাপ চরমে। তিনদিনের বাংলা সফরে এসে কলকাতায় সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্নীতি, অনুপ্রবেশ ও আইন-শৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে তিনি দাবি করেন, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে “বিজেপি সরকার” গঠন করবে। একই দিনে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। বৈঠকে তিনি বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের বিষয়টি তুলে ধরেন। আরও পড়ুন- Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর কলকাতায় সংবাদ সম্মেলনে অমিত শাহ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়ন থমকে গেছে। প্রধানমন্ত্রী মোদীর চালু করা সমস্ত কল্যাণমূলক প্রকল্প এখানে থমকে রয়েছে। সিন্ডিকেটের শিকার রাজ্যের সাধারণ মানুষ। গত ১৪ বছর ধরে ভয় এবং দুর্নীতি পশ্চিমবঙ্গের পরিচয়ে পরিণত হয়েছে।” তাঁর দাবি, বিজেপি সরকার গঠন হলে বাংলা তার হারানো গৌরব ফিরে পাবে। অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যকে নিশানা করে অমিত শাহ প্রশ্ন তোলেন, “ত্রিপুরা, অসম, রাজস্থান, পাঞ্জাব, কাশ্মীর ও গুজরাটে অনুপ্রবেশ কেন আজ নিয়ন্ত্রণে? কারণ সেখানকার সরকার সহযোগিতা করেছে। পশ্চিমবঙ্গে জনসংখ্যার ভারসাম্য বদলাতে এবং ভোটব্যাঙ্ক মজবুত করতে অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।” তিনি বলেন, বাংলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তার বিষয়। ২০২৬ সালের সরকার গঠনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করে শাহ বলেন, “১৫ এপ্রিল ২০২৬-এ বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। তখন বাংলার গর্ব ও বাংলার সংস্কৃতিকে নতুন করে প্রতিষ্ঠা করা হবে।” তিনি স্মরণ করিয়ে দেন, বিজেপির প্রতিষ্ঠাতা ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির সঙ্গে বাংলার ঐতিহাসিক সম্পর্কের কথাও। আরও পড়ুন- SIR-এ নাম বাদ? কীভাবে নাম তুলবেন তালিকায়? বড় কৌশলের ঘোষণা মমতার ৩০ ডিসেম্বরের তাৎপর্য তুলে ধরে অমিত শাহ বলেন, “১৯৪৩ সালের এই দিনে বাংলার সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। আজ থেকে এপ্রিল পর্যন্ত সময়কাল বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তাঁর বক্তব্য, বাংলার মানুষ ভয়, দুর্নীতি ও কুশাসনের বদলে ঐতিহ্য, উন্নয়ন ও দরিদ্রকল্যাণের পক্ষে রায় দেবে। এদিকে একই দিনে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বৈঠকে তিনি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ধরেন। অধীর রঞ্জনের দাবি, সারা দেশে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা ও আক্রমণের ঘটনা বেড়ে চলেছে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠির কথা উল্লেখ করে অধীর রঞ্জন বলেন, “তাদের একমাত্র অপরাধ, তারা বাংলা ভাষায় কথা বলেন। অনেক ক্ষেত্রেই প্রশাসন তাঁদের ভুল করে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বলে ধরে হেনস্থা করছে।” তিনি জানান, সম্প্রতি ওড়িশায় এক বাঙালি শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে খুনের ঘটনাও ঘটেছে। আরও পড়ুন- “২০২৬-এ সরকার বদল অবশ্যম্ভাবী!” নারী নিরাপত্তা থেকে শিল্পায়ন, তৃণমূলকে তুলোধনা অমিত শাহের পশ্চিমবঙ্গ অভিবাসী কল্যাণ বোর্ডের তথ্য উদ্ধৃত করে অধীর রঞ্জন জানান, গত ১০ মাসে ১,১৪৩টি হয়রানির অভিযোগ জমা পড়েছে, যার বড় অংশই বিজেপি শাসিত রাজ্যগুলিতে ঘটেছে। এই ধরনের ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেন। Congress leader Adhir Ranjan Chowdhury wrote a letter to PM Narendra Modi, stating, With a heavy heart, I am constrained to flag your attention that migrant workers from West Bengal...are confronting severe discrimination in various states (most precisely, BJP-ruled states) at a… pic.twitter.com/0Zavo16L2b — ANI (@ANI) December 30, 2025
Kolkata Metro: কত দূর পর্যন্ত মেট্রো চলবে ভেবেছিলেন মমতা? শুনলে অবাক হবেন আপনিও!
Metro Railways Kolkata: রেলমন্ত্রী থাকার সময় একাধিক মেট্রো লাইনের প্রস্তাব দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। কলকাতার একাধিক মেট্রো লাইনের কাজও শুরু হয় তাঁর আমলেই। নোয়াপাড়া থেকে বিমানবন্দর হয়ে বারাসত, বরাহনগর থেকে দক্ষিণেশ্বর ও ব্যারাকপুর, নিউ গড়িয়া থেকে রাজারহাট হয়ে বিমানবন্দর ও জোকা থেকে মাঝেরহাট হয়ে বিবাদি বাগ মেট্রো উল্লেখ্যযোগ্য।
ফ্লোরাল নেট শাড়িতে লাস্যময়ী জাহ্নবী, স্লিট গাউনে স্পষ্ট ক্লিভেজ, পঁচিশের ফ্যাশনিস্তা কাপুরকন্যাই
ঐতিহ্যের কথা মাথায় রেখেই সিংহভাগ সময় সেজে উঠতে ভালোবাসেন জাহ্নবী।
Uttarakhand Bus Accident |নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল বাস, মৃত অন্তত ৭, জখম একাধিক
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল বাস। মৃত্যু হল অন্তত ৭ জনের। জখম একাধিক। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের (Uttarakhand Bus Accident) আলমোড়ায় (Almora)। বাড়তে পারে হতাহতের সংখ্যা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। এদিন যাত্রীবোঝাই বাসটি (Bus Accident) দ্বারহাট নোবাডা থেকে রামনগরের দিকে যাচ্ছিল। বাসটি […] The post Uttarakhand Bus Accident | নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল বাস, মৃত অন্তত ৭, জখম একাধিক appeared first on Uttarbanga Sambad .
Shaukat Molla: ভোটের আগেই বিরাট দায়িত্ব শওকতের, ভাঙড়ে হচ্ছে মিষ্টি বিতরণ
TMC Leader Shaukat Molla: দলের নতুন সিদ্ধান্তে খুশির হাওয়া শওকতের অনুগামীদের মধ্যে। ভাঙড়ের তৃণমূল নেতা বাহারুল ইসলাম ও আহসান মোল্লার উদ্যোগে কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়। উচ্ছ্বাসের সুরেই আহসান মোল্লা বলেন, “আমাদের দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও শকওত মোল্লাকে বড় দায়িত্ব দিয়েছে।”
বিশ্বকাপে টিকিটের দাম আকাশছোঁয়া! ফিফা সভাপতির যুক্তি, ‘১৫ দিনে ১৫ কোটি আবেদন পড়েছে’
এই বিষয় নিয়ে মোটেই চিন্তায় নেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিনা আলোচনায় আসন সমঝোতা বিজেপি-শিণ্ডের! আঠাওয়ালের অভিযোগে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
আঠাওয়ালের অভিযোগ, তাঁর সঙ্গে প্রতারণা করেছে বিজেপি।
Khaleda Zia death: না ফেরার দেশে খালেদা জিয়া, বিদায় বেলায় মায়ের সংগ্রামকে কুর্নিশ ছেলে তারেকের
Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ৬টায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশ-বিদেশের তাবড় রাজনীতিবিদ থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা। এদিকে মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক আবেগঘন বার্তায় তিনি এই দুঃসংবাদের কথা জানান। তারেক রহমান তাঁর পোস্টে লেখেন, “আমার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ আমাদের ছেড়ে তারাদের দেশে পাড়ি দিয়েছেন।” তিনি লিখেছেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, তিনি ছিলেন ‘গণতন্ত্রের জননী’ এবং ‘বাংলাদেশের মা’। সারাজীবন ধরে তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করার জন্য সংগ্রাম করেছেন এবং স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন বলে উল্লেখ করেন তারেক। আরও পড়ুন- Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর মায়ের ব্যক্তিগত পরিচয় তুলে ধরে তারেক রহমান লেখেন, তাঁর কাছে খালেদা জিয়া ছিলেন এক স্নেহশীল, কোমল অথচ সাহসী। কঠিন পরিস্থিতিতেও তিনি সবসময় পরিবারের খোঁজখবর রাখতেন। রাজনৈতিক সংঘাত ও চরম প্রতিকূলতার মধ্যেও তাঁর মাতৃত্বপূর্ণ ও সহানুভূতিশীল মনোভাব কখনও বদলে যায়নি। আরও পড়ুন- Khaleda Zia: স্বামীর হত্যার পর ক্ষমতার শীর্ষে খালেদা জিয়া, মৃত্যুদিনে ফিরে দেখা তাঁর অবিস্মরণীয় যাত্রা তারেক রহমান আরও জানান, খালেদা জিয়াকে জীবনের বিভিন্ন পর্যায়ে গ্রেপ্তার, চিকিৎসা না পাওয়া এবং ধারাবাহিক রাজনৈতিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি কখনও ভেঙে পড়েননি। শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী খালেদা জিয়া দেশের জন্য নিজের স্বামী ও সন্তানকে হারানোর মতো ব্যক্তিগত ট্র্যাজেডির মধ্য দিয়েও অটল ছিলেন। সেই সময়েই বাংলাদেশের মানুষই তাঁর পরিবারে পরিণত হয় এবং জাতির সেবাই তাঁর জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। বিবৃতিতে তারেক রহমান বলেন, দেশপ্রেম, ত্যাগ ও গণতন্ত্রের জন্য সংগ্রামের যে উত্তরাধিকার খালেদা জিয়া রেখে গেছেন, তা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে তাঁর স্মৃতি ও অবদান চিরকাল অম্লান থাকবে বলেও উল্লেখ করেন তিনি। আরও পড়ুন- Khaleda Zia: খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর নতুন বিতর্ক My mother, BNP Chairperson Begum Khaleda Zia, has responded to the call of Almighty Allah and left us today. Inna lillahi wa inna ilayhi raji'un (Indeed, we belong to Allah, and to Him we shall return). To many, she was the leader of the nation, an uncompromising leader, the… pic.twitter.com/bLsEtzYWgi — Tarique Rahman (@trahmanbnp) December 30, 2025 পোস্টের শেষে তারেক রহমান লেখেন, “পরিবারের পক্ষ থেকে দেশ ও বিশ্বের সর্বত্র থেকে পাওয়া ভালোবাসা, শ্রদ্ধা ও সমবেদনার জন্য আমি কৃতজ্ঞতা জানাই।” রাজনৈতিক মহলের মতে, খালেদা জিয়ার প্রয়াণের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ যুগের অবসান ঘটল। আরও পড়ুন- Khaleda Zia Death News LIVE Updates: 'ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে তাঁর অবদান অবিস্মরণীয়', খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তায় লিখলেন মোদী
আরাবল্লির ‘প্রকৃত’ সংজ্ঞা ও আইনি ব্যাখ্যা, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
স্বচ্ছতা ছাড়া কোনও ব্যাখ্যাই কি বিশ্বাসযোগ্য?
Khaleda Zia Demise: কোকোকে নিয়ে বিতর্কও কম ছিল না। মা প্রধানমন্ত্রী থাকাকালীন বিএনপির আর্থিক দিক সামলাতেন কোকো। ২০০১ সালের নির্বাচনের পর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। সেই সময় থেকে তারেক ও আরাফত - দু’ভাইয়ের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে।
মেলবোর্নের মাঠকে বড় শাস্তি, আড়াই দিনে শেষ ইডেন টেস্টের পিচ নিয়ে কী পদক্ষেপ আইসিসি’র?
মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্ট শেষ হয়েছিল দু'দিনের মধ্যে।
Donald Trump |পুতিনের বাসভবনে ‘ড্রোন হামলা’! ক্ষুব্ধ ট্রাম্প, অস্বীকার কিয়েভের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এই বিস্ফোরক তথ্য জানান। ট্রাম্প জানান, সোমবার ভোরে পুতিনের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। সেই […] The post Donald Trump | পুতিনের বাসভবনে ‘ড্রোন হামলা’! ক্ষুব্ধ ট্রাম্প, অস্বীকার কিয়েভের appeared first on Uttarbanga Sambad .
Mamata On SIR: SIR-এ নাম বাদ? কীভাবে নাম তুলবেন তালিকায়? বড় কৌশলের ঘোষণা মমতার
Mamata Banerjee On Amit Shah: তিনদিনের সফরে সোমবার রাতেই কলকাতায় এসে মঙ্গলেই বাংলায় সরকার বদলের হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah )। “২০২৬-এ সরকার বদল অবশ্যম্ভাবী!” দুর্নীতি, অনুপ্রবেশ ও আইন-শৃঙ্খলা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলে বেনজির আক্রমণ করেন তিনি। এরই পালটা বাঁকুড়ার সভা থেকে নাম না করে শাহকে বেনজির নিশানা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়ার বোড়জোড়া সভা থেকে কেন্দ্রকে নিশানা করেন মমতা। ভোট এলেই দুঃশাসন-দুর্যোধনরা বাংলায় চলে আসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা তৃণমূল নেত্রীর। তিনি বলেন, “আমরা চাইলে আপনাকে এক পা-ও বেরোতে দিতাম না, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়।” তুমি পদত্যাগ না করলে বাংলার মানুষ তোমাকে পদচ্যুত করবে। শাহকে তোপ মমতার। আরও পড়ুন- “২০২৬-এ সরকার বদল অবশ্যম্ভাবী!” নারী নিরাপত্তা থেকে শিল্পায়ন, তৃণমূলকে তুলোধনা অমিত শাহের ভাষণের শুরুতেই SIR ইস্যুতে সুর চড়ান দলনেত্রী। এসআইআরের শুনানিতে বৃদ্ধদের ডাকা হচ্ছে। গরীব মানুষদের অযথা হয়রানি করা করা হচ্ছে, অভিযোগ মমতার। BLA-এ দের শুনানিতে কেন ঢুকতে দেবে না, সেই প্রশ্ন তুলে কমিশনকে নিশানা তৃণমূল সুপ্রিমোর। বাঁকুড়ার সভা থেকে মমতা এদিন বলেন, 'SIR মানে সর্বনাশ, দেড় কোটি লোককে বাদ দিতে মাত্র দেড় দিন? এটা বড় কেলেঙ্কারি'। অমিত শাহের পদত্যাগের দাবিতেও এদিন সরব হন তৃণমূল নেত্রী। রাজ্যে এখনও পর্যন্ত SIR-এর কারণে ৫৮-৬০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে তৃণমূল নেত্রী বলেন, 'ওদের চোখ দেখলেই ভয় করে'। SIR-এ ৫৪ লক্ষ মানুষের নাম বাদ গেল কেন? তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা নিয়েও কমিশনকে নিশানা। যাদের নাম বাদ গেছে তাদের ফের আবেদন করার পক্ষে সওয়াল তৃণমূল নেত্রীর। যাদের নাম বাদ গিয়েছে তাদের ৭ নম্বর, ৮ নম্বর ফর্ম ফিল-আপ করার আবেদন করেন তিনি। ড্রাফট লিস্টে নাম থাকলেও চূড়ান্ত তালিকায় নাম থাকবে কোন গ্যারান্টি নেই। ওরা নাম কাটার চেষ্টা করছে। অভিযোগ মমতার। SIR করতে ২ বছর লাগে। ভোট আসছে দেখে তড়িঘড়ি ২ মাসে SIR! কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, ক্ষমতায় আছো বলে এসব করছো, বড়বড় কথা বাংলার মানুষকে শুনতে হবে... রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের কথা জানেন...আমি জনতার আদালতে যাবো, আপনাকে দেবে বাংলার মানুষ দেবে ঘেঁচু। আরও পড়ুন- Khaleda Zia Death News LIVE Updates: 'ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে তাঁর অবদান অবিস্মরণীয়', খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তায় লিখলেন মোদী মানুষ যাতে ভোট দিতে না পারে তার চক্রান্ত চলছে বলে এদিন অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। মতুয়াদের নাম বাদ নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি। SIR-এ মৃত ৫৭ জনের স্মৃতিতে জেলায় জেলায় শহীদবেদীর ঘোষণা মমতার। AI দিয়ে ৫৪ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, হিয়ারিংয়ে গিয়ে একবার না পেলেই নাম বাদ। কেন্দ্র কমিশনকে একযোগে নিশানা তৃণমূল নেত্রীর। ১০০ দিনের কাজের নাম বদল নিয়ে কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, বাংলাতেই এবার ১০০ দিনের কাজ দেবে সরকার। আমরা ভিক্ষার দান চাই না। আমরা জীবন চাই আর ওরা চায় মৃত্যু। বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, 'এরা হিন্দু ধর্মকে বিপথে পরিচালিত করে। এরা বিধর্মী'। আরও পড়ুন- Khaleda Zia: ‘লজ্জা’ থেকে ‘সেই সব অন্ধকার’, খালেদা জিয়ার মৃত্যু কি ফেরাবে নিষিদ্ধ বইগুলোর স্বাধীনতা? প্রশ্ন তসলিমার ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনায় সরব হয়ে বিজেপিকে নিশানা তৃণমূল সুপ্রিমোর। মমতা বলেন, 'বাংলাতেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন। অসম, উত্তর প্রদেশ, রাজস্থানে বাংলা বলায় হেনস্থা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের'। অনুপ্রবেশ ইস্যুতে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, কেবল বাংলাতেই অনুপ্রবেশ, তাহলে পহেলগাঁও, দিল্লি কে করেছিল? অসম, উত্তর প্রদেশ, রাজস্থানে বাংলা বলায় হেনস্থা করা হচ্ছে। আমাকেও বলে বাংলাদেশি। মমতা এদিন বলেন, “ভোট এলেই সোনার বাংলা গড়ার কথা বলে। সোনার বাংলা নয়, ধ্বংসের বাংলা গড়বে তোমরা। বাংলার মানুষ আপনাদের ভ্যানিশ করে দেবে। বিশ্বাসঘাতকদের একটিও ভোট নয়। যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন, ভোটের আগে বড় ঘোষণা মমতার। আরও পড়ুন- কট্টর রাজনৈতিক প্রতিপক্ষের মৃত্যুতে বুক কেঁপে উঠল শেখ হাসিনার, ভগ্ন হৃদয়ে বললেন - 'খালেদা জিয়ার মৃত্যু'...
‘আল্লার কাছে দোয়া করি’, বিরোধিতা ভুলে খালেদার প্রয়াণে শোকজ্ঞাপন শাকিবের
খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীনই শুরু হয় শাকিবের ক্রিকেটজীবন।
Silver Price Hike: ১ বছরে ২৫০ শতাংশ বৃদ্ধি! রুপোর বাড়বাড়ন্তের নেপথ্যে আসলে কী?
Silver Surges by 250 Percent: ১ জানুয়ারি যেখানে ১ কেজি রুপোর দাম ছিল ৮০ হাজার টাকার কম সেখানে ২৯ ডিসেম্বর রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৮১ হাজার টাকা। অর্থাৎ, ১ বছরে রুপোর দাম বেড়েছে প্রায় ২৫০ শতাংশ! আর এই দিক থেকে সোনাকেও টেক্কা দিয়েছে এই ধাতু।
‘তিব্বত ছাড়তে হবে চিনকে’, অরুণাচল-লোভী বেজিংকে কড়া হুঁশিয়ারি বিজেপি নেতার
সেভেন সিস্টার দখলের স্বপ্ন দেখা বাংলাদেশকেও কড়া বার্তা।
নতুন বছরে গন্তব্য পহেলগাঁও? কাশ্মীরের এই ৫ অফবিট জায়গা আপনাকে চমকে দেবে!
কাশ্মীর ভ্রমণকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলুন।
‘ইউ মাস্ট রিজাইন’, বাঁকুড়ার সভা থেকে শাহকে চ্যালেঞ্জ মমতার
আবার বাংলার ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবে দেশ থেকে শাহকে বের করে দেওয়ার হুঁশিয়ারি তাঁর।
‘আমাকে ক্ষমা করে দিও’, হস্টেলের ঘরে গলায় ফাঁস দিয়ে ‘আত্মঘাতী’ আইআইটির ছাত্র
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Amit Shah On Matua: ভোট কি দিতে পারবেন? বাংলায় এসে মতুয়াদের জন্য বড় বার্তা দিয়ে গেলেন শাহ
Amit Shah: এতদিন পর্যন্ত সেই সার্টিফিকেট তাঁরা নির্বাচন কনিশনে প্রামাণ্য নথি হিসাবে দেখাতে পারবেন কিনা, সেটা নিয়েও দোলাচলে ছিলেন। কমিশন অবশ্য স্পষ্ট করেছে, এই নথি দেখানো যাবে। এরপর ফর্ম ৬ ফিল আপ করে তাঁরা নতুন করে নামও তুলতে পারবেন। এই প্রেক্ষিতে এখন বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
Tarique Rahman: মায়ের মৃত্যুতে রাজীব গান্ধীর মতোই কপাল খুলবে তারেক রহমানের?
Bangladesh Election: মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বড়দিনের দিন ১৭ বছর পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরল তারেক রহমান। প্রথম দিনেই ১৬ মিনিটের রাজনৈতিক ভাষণ। তারপর দিন থেকে কার্যালয়ে বৈঠক, কমিটির বৈঠকে যোগদান।
Hangover Recovery Tips: বর্ষবরণ মানেই আনন্দ, উল্লাস, বন্ধুদের সঙ্গে পার্টি আর রাত জেগে উদযাপন। ৩১ ডিসেম্বরের রাত অনেকের কাছেই বছরের সবচেয়ে আনন্দের সময়। কিন্তু এই আনন্দের পরের সকালটা বেশিরভাগ মানুষের কাছেই হয়ে ওঠে কঠিন। ঘুম থেকে ওঠার সঙ্গেই মাথা ধরা, বমি ভাব, শরীর ভারী লাগা কিংবা অস্বাভাবিক ক্লান্তি হ্যাংওভারের পরিচিত লক্ষণ। কাজের দিনে যদি এই অবস্থায় অফিসে ফিরতে হয়, তাহলে সমস্যাটা আরও বেড়ে যায়। হ্যাংওভারের মূল কারণ হল শরীরের অতিরিক্ত ডিহাইড্রেশন এবং প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের ঘাটতি। অ্যালকোহল শরীর থেকে জল দ্রুত বের করে দেয়, যার ফলে মাথা ধরা ও দুর্বলতা দেখা দেয়। তাই এই সময় সবচেয়ে জরুরি বিষয় হল শরীরকে আবার হাইড্রেটেড করা এবং হালকা খাবারের মাধ্যমে শক্তি ফিরিয়ে আনা। আরও পড়ুন- ঘণ্টার পর ঘণ্টা অফিসে বসে থাকার ফলে শক্ত হয়ে যাচ্ছে পিঠ? আরাম দেবে এই ৩ সহজ ব্যায়াম সকালবেলা ঘুম থেকে উঠেই শরীরের যত্ন নেওয়া শুরু করা উচিত। খালি পেটে চিনি ছাড়া লেবুর জল খেলে শরীর দ্রুত জল শোষণ করতে পারে এবং বমি ভাবও অনেকটা কমে। এর সঙ্গে তরমুজ, সবেদা কিংবা কমলা জাতীয় ফল খেলে শরীরে প্রাকৃতিক চিনি ও জল একসঙ্গে পৌঁছে যায়। এগুলি হজমে সহজ হওয়ায় পেটেও চাপ পড়ে না। আরও পড়ুন- পেটের মেদ কি জিরা জল ও মধু সত্যিই কমায়? কী বলছেন পুষ্টিবিদরা, জানলে অবাক হবেন! পুষ্টিবিদদের মতে, হ্যাংওভারের সময় শরীরে জলের পরিমাণ বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আখের রস, বেদানা, কলা এবং কালো খেজুর এই সময় খুবই উপকারী। এগুলিতে থাকা প্রাকৃতিক শর্করা ও পটাশিয়াম শরীরকে দ্রুত চাঙ্গা করে তোলে। পাশাপাশি পুদিনা জল কিংবা আমলকীর রস শরীরের টক্সিন বের করে দিতে সাহায্য করে এবং মাথা ধরা কমায়। আরও পড়ুন- ভারতীয় রেল সম্পর্কে এই ৬টি তথ্য, জানলে রীতিমতো চমকে যাবেন! অনেকেই হ্যাংওভারের সময় খাবার এড়িয়ে চলেন, যা একেবারেই ঠিক নয়। সময় করে অল্প হলেও খাওয়া জরুরি। হালকা স্যুপ বা তরল খাবার খেলে শরীর হাইড্রেটেড থাকে এবং পেটও ফাঁকা লাগে না। এতে দুর্বলতা ধীরে ধীরে কাটতে শুরু করে। আরও পড়ুন- বছর শেষে প্রিয় মানুষদের সঙ্গে ঘুরতে যেতে চান? এই রোম্যান্টিক জায়গাগুলিই সবচেয়ে ট্রেন্ডিং এই সময় ক্যাফেইন জাতীয় পানীয় থেকে দূরে থাকা সবচেয়ে ভালো। কফি বা চা শরীরকে আরও ডিহাইড্রেট করতে পারে এবং বমি ভাব বাড়িয়ে দিতে পারে। তাই হ্যাংওভারের দিনে এগুলি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। দুপুরের দিকে হালকা পাতলা খাবার খাওয়া শরীরের জন্য ভালো। দই ভাত, টমেটো ভাত বা সাবু দিয়ে তৈরি খিচুড়ি সহজে হজম হয় এবং শরীরে প্রয়োজনীয় শক্তি জোগায়। অতিরিক্ত তেল-মশলা দেওয়া খাবার এই সময় একেবারেই নয়। হ্যাংওভার কাটানোর আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল পর্যাপ্ত বিশ্রাম। যতটা সম্ভব শরীরকে বিশ্রাম দিতে হবে। এতে লিভার ও শরীরের অন্যান্য অঙ্গ দ্রুত কাজ করতে পারে এবং ক্লান্তি কমে। এই সময় আরও একটি বিষয় মাথায় রাখা জরুরি। একদিনের পার্টির পর পরপর আবার অ্যালকোহল সেবন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। লিভারকে সুস্থ রাখতে হলে অন্তত কয়েকদিন বিরতি দেওয়া প্রয়োজন। আনন্দের মরশুমে শরীরের সীমা বোঝা খুব জরুরি। মাত্রা বুঝে আনন্দ করলে পরের দিনও শরীর সুস্থ থাকবে। হ্যাংওভার কোনও বড় রোগ না হলেও, সঠিক যত্ন না নিলে এটি শরীরকে বেশ ভোগাতে পারে। তাই বর্ষবরণের পরদিন নিজের শরীরের প্রতি একটু বেশি যত্ন নিন। সঠিক খাবার, পর্যাপ্ত জল এবং বিশ্রামই হ্যাংওভার কাটানোর সবচেয়ে সহজ ও কাজের উপায়। মনে রাখা দরকার এই নিবন্ধে দেওয়া তথ্য সাধারণ সচেতনতার জন্য। গুরুতর শারীরিক সমস্যা বা দীর্ঘস্থায়ী অসুস্থতার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
‘কে কী খাবে’ বলার এক্তিয়ার নেই কারও, বন্ধ হোক খাদ্যনির্ভর ধর্মীয় মেরুকরণ
‘জেনজি’ প্রজন্ম মোটেও এই খাদ্য রাজনীতিকে ভালো চোখে দেখছে না।
বিপন্ন আরাবল্লী, হরিয়ানায় নিয়ন্ত্রণের বাইরে খনি মাফিয়ারা, সাইনি সরকারকে বিঁধল কংগ্রেস
সুরজেওয়ালা বলেন, গ্রাম থেকে মাত্র ৩৫০ মিটার দূরে খনিতে বিস্ফোরণ চলছে।
‘জেহাদিদের পক্ষে ছিলেন, খালেদার মৃত্যুতে আমার ৩১ বছরের নির্বাসনের সমাপ্তি ঘটবে?’প্রশ্ন তসলিমার
খালেদা জিয়ার শাসনকালেই তসলিমা নাসরিনের একাধিক বই নিষিদ্ধ হয় বাংলাদেশে।
Bus Route: কাটোয়া থেকে বাঁকুড়া যাচ্ছিলেন সনৎ মাঝি। স্ট্যান্ডে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন তিনিও। বলেন, “কাটোয়া থেকে বর্ধমান হয়ে বাঁকুড়া যাচ্ছিলাম। সেখানে আমার দিদির বাড়ি। এসে দেখি বাস কম চলছে। খুবই সমস্যায় পড়লাম। ১০টার সময় যে বাস ছাড়ার কথা ছিল সেটা সাড়ে ১১টা বারোটায় ছাড়ছে। ফলে সমস্যা তো হচ্ছেই।”
Khaleda Zia Passes Away: ইন্তেকাল বেগম জিয়ার, তবু রয়ে গেল যে সব ভাল কথা ও মহা-বিতর্ক
Bangladesh Update: এই জয়ের আনন্দ বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব হয়নি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার জাতীয় নির্বাচনে জয়ী হয়ে মাত্র ১৫ দিনের জন্য প্রধানমন্ত্রী পদে থাকেন তিনি। কিন্তু কেন? এই সময়কালে দেশজুড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করানোর দাবিতে তৈরি হয়েছিল আন্দোলন।
‘বিকৃত সিনেমায় জাতীয়তাবাদের উসকানি’, সলমনের ‘ব্যাটেল অফ গালওয়ান’কে টার্গেট করল চিন
বাস্তবের গালওয়ানে প্রবল মার খায় লাল ফৌজ, এবার সলমনের 'গালওয়ান' দেখে খেপে লাল বেজিং।
‘বাবা-মাকেও সম্মান করে না’, SIR শুনানিতে বৃদ্ধ-বৃদ্ধাদের তলবে ফুঁসে উঠলেন মমতা
আর কী বললেন মমতা?
Mamata Banerjee in Bankura: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাতেই নাকি শুধু অনুপ্রবেশকারী। কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয়, একটা প্রশ্নের উত্তর চাই। পহেলগাঁও কি আপনারা করলেন? দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া নাকি কোথাও নাই, তাহলে কি আপনারা করলেন?এসআইআর-এ এখনও পর্যন্ত ৫৮ থেকে ৬০ জন মানুষ মারা গিয়েছেন বলে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। এই নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেন।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘অনুপ্রবেশ ইস্যুতে’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাকে (Amit Shah) ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বাঁকুড়ার বড়জোড়ার জনসভায় থেকে শায়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর জবাব, ‘শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়? তাহলে পহেলগাঁও কি আপনারা করেছিলেন?’ মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে অমিত শা বলেছিলেন, ‘বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, তা শুধু বাংলার […] The post CM Mamata Banerjee | ‘শুধু বাংলাতে হয়? তাহলে পহেলগাঁও কি আপনারা করেছিলেন?’ অনুপ্রবেশ ইস্যুতে শা-কে কড়া জবাব মুখ্যমন্ত্রীর appeared first on Uttarbanga Sambad .
নিজের টিম গুজরাট নয়, বিজয় হাজারেতে অন্য দলের নেটে বুমরাহ! কেন এমন সিদ্ধান্ত পেসারের?
বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা অস্ত্র বুমরাহ।
কী কারণে আরবাজকে ছাড়লেন মালাইকা? অবশেষে খান পরিবারের মুখোশ খুললেন ‘বদনাম মুন্নি’
অভিনেতা আরবাজ খানের সঙ্গে নিজের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানা এবং সেই সময়কার মানসিক লড়াই নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপট হলেন মালাইকা অরোরা। দীর্ঘ নীরবতা ভেঙে তিনি জানালেন, বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর সমাজ তো বটেই, এমনকী, নিজের কাছের মানুষদের কাছ থেকেও চরম কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে।
SIR: এ ঘটনায় ইতিমধ্যেই মৃতের ছেলে দীপক শী রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, শুনানিতে হাজিরা দেওয়ার নোটিস পাওয়ার পর থেকেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন তাঁর বাবা। এই প্রশাসনিক জটিলতা এবং ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়ই তাঁকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে।
আগামী বছরের প্রথমেই শুরু যুবভারতী সংস্কারের কাজ! কোথা থেকে আসবে মেরামতির খরচ?
স্টেডিয়ামের যে ক্ষয়ক্ষতি হয়, পূর্ত দফতরকে তার পরিমাণ জানার দায়িত্ব দেওয়া হয়।
Khaleda Zia |চিরতরে বিদায় নিলেন নয়াবস্তির ‘পুতুল’, স্মৃতিচারণে স্কুল ও প্রতিবেশীরা
জলপাইগুড়ি: বছর শেষের কুয়াশাচ্ছন্ন শীতের সকালে জলপাইগুড়ি শহরের আকাশ যেন আরও ম্লান হয়ে গেল। মঙ্গলবার সকালে খবর এল, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia) আর নেই। এই দুঃসংবাদ পৌঁছানো মাত্রই শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের নয়াবস্তি পাড়ায়। কারণ, এই শহরই ছিল বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর জন্মভিটে। এখানকার মানুষের কাছে তিনি কেবল একজন […] The post Khaleda Zia | চিরতরে বিদায় নিলেন নয়াবস্তির ‘পুতুল’, স্মৃতিচারণে স্কুল ও প্রতিবেশীরা appeared first on Uttarbanga Sambad .
পুতিনের বাসভবনে ‘হামলায়’উদ্বিগ্ন মোদি, অভিযুক্ত ইউক্রেনের উদ্দেশে কী বার্তা ভারতের?
দুই পক্ষকেই শান্তি বজায় রাখার আর্জি মোদির।
Amit Shah: মোদী-দিদির সেটিং তত্ত্বের জবাব দিলেন শাহ
Amit Shah In Kolkata: প্রিভেশনশন অফ মানি লন্ডারিংয়ের অ্যাক্টের কথা উল্লেখ করে এক সাংবাদিক তুলে আনেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের গ্রেফতারি প্রসঙ্গ। তাঁর বক্তব্য, অরবিন্দ কেজরিবাল, একজন মুখ্যমন্ত্রী যখন গ্রেফতার হতে পারে, তাহলে লিপস অ্যান্ড বাউন্ডসে ১৫০ কোটি টাকা বাজেয়াপ্ত হওয়ার পরও তার মালিক কেন এখনও গ্রেফতার হননি? তাহলে কি সেটিং তত্ত্ব?
Northeast student attacked in Uttarakhand: উত্তরাখণ্ডের দেরাদুনে জাতিবিদ্বেষগত আক্রমণের কারণে ত্রিপুরার ২৪ বছর বয়সি এমবিএ ছাত্র এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় প্রতিবাদের ঝড় বয়ে চলেছে ত্রিপুরাসহ উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। প্রসঙ্গত, উল্লেখ্য, ত্রিপুরার উনকোটি জেলা থেকে প্রতিভাবান ছাত্র এঞ্জেল চাকমা ২০২৩ সালে এমবিএ পড়তে গেছিল দেরাদুনে একটি বিশ্ববিদ্যালয়ে।সেখানে তার ছোট ভাই মাইকেল চাকমার সাথে থাকতো সে দেরাদুনের স্থানীয় একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ডিগ্রিতে পাঠরত ছিল মাইকেল। আরও পড়ুন- Khaleda Zia: গৃহবধূ থেকে ক্ষমতার সিংহাসন! খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপন্যাস চলতি মাসের ৯ তারিখে দুই ভাই সঙ্গে আরও কিছু বন্ধুর সাথে দেরাদুন শহরে কিছু কেনাকাটা করতে গেছিল, তখনই কিছু ছেলে তাদের উদ্দেশ্য করে চাইনিজ, মোমো ইত্যাদি জাতিবিদ্বেষমূলক মন্তব্য করে তাদের চিন দেশে চলে যেতে বলে। এই বচসার মধ্যে ছোটভাই মাইকেলকে তাদের হাতে মার খেতে দেখে এঞ্জেল তাকে বাঁচাতে গেলে তার ওপর নৃশংস আক্রমণ করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। আরও পড়ুন- Amit Shah: “২০২৬-এ সরকার বদল অবশ্যম্ভাবী!” নারী নিরাপত্তা থেকে শিল্পায়ন, তৃণমূলকে তুলোধনা অমিত শাহের শক্ত ধাতব 'কাড়া' এবং ছুরি জাতীয় কিছু অস্ত্র দিয়ে তার ঘরে, গলা, মাথা, পিঠ এবং পেটের বিভিন্ন অংশে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।টানা ১৭ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা করার পর শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়ে এঞ্জেল।ইতিমধ্যে দেরাদুন পুলিশের হাতে ধরা পড়েছে পাঁচজন ছেলে। তাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক ছেলে; তাদের হোমে পাঠানো হয়েছে এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছেলেকে জেল হাজতে রাখা হয়েছে। এরমধ্যে আরো একজন জড়িত ব্যক্তি নিখোঁজ আছে এবং পুলিশ তার জন্য তল্লাশি চালাচ্ছে। ঘটনাটি নিয়ে গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে ব্যাপক প্রতিবাদের ঝড় উঠেছে। বাম কংগ্রেস বিজেপি এবং স্থানীয় ভিত্তিক রাজনৈতিক দলের পক্ষে ঘটনায় অভিযুক্ত সকলের কড়া শাস্তি দাবি তোলা হয়েছে। আরও পড়ুন- Khaleda Zia: ‘লজ্জা’ থেকে ‘সেই সব অন্ধকার’, খালেদা জিয়ার মৃত্যু কি ফেরাবে নিষিদ্ধ বইগুলোর স্বাধীনতা? প্রশ্ন তসলিমার সামাজিক মাধ্যমে এঞ্জেল চাকমার উপর আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা লিখেছেন তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সাথে এ বিষয়ে আলোচনা করেছেন এবং পাঁচজন অভিযুক্তের গ্রেফতারি সহ চলমান তদন্তের বিষয়ে তাকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, পাশাপাশি এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এঞ্জেল চাকমার মৃত্যুতে শোক জানিয়ে বলেছেন তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে এই মৃত্যু এবং একে কোন ভাবে মেনে নিতে পারছেন না তিনি। ঘটনাটিকে কোনোভাবেই বরদাস্ত করা যায় না বলে মন্তব্য করে মেঘালয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন জাতিবিদ্বেষ হিংসাত্মক বক্তব্য এবং উপজাতিদের চিহ্নিত করে আক্রমণের ঘটনাগুলোর বিরুদ্ধে সারাদেশে আইনি প্রাতিষ্ঠানিক এবং সামাজিক পদক্ষেপ নেবার সময় এসেছে। আরও পড়ুন- 8th Pay Commission: ১ জানুয়ারি ২০২৬ থেকেই কি কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ও পেনশন বৃদ্ধি পাবে? সামনে এল বড় আপডেট মেঘালয়ের শাসকদল এনপিপির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী জেমস সাংমা ঘটনাটিকে জঘন্য হিংসাত্ম আক্রমণ এবং কিছু মানুষের মনে গভীরে প্রথিত জাতিবিদ্বেষের উদাহরণ বলে চিহ্নিত করে দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। মৃতের পরিবারের পক্ষে এঞ্জেল চাকমার মামা মোমেন চাকমা, যিনি ঘটনার পর সবচাইতে প্রথম ত্রিপুরা থেকে দেরাদুনে হাসপাতালে ভর্তি ভাগ্নেকে দেখতে ছুটে গিয়েছিলেন ও, বলেছেন ছোটবেলা থেকেই মেধাবী এনজেল ছিল মা-বাবার ভরসার সন্তান। যেদিন সে আক্রান্ত হয়, স্টুডেন্ট লোন নিয়ে বহি রাজ্যে পড়তে যাওয়া এঞ্জেল ঠিক তার পরদিনই তার এমবিএ ডিগ্রির শেষ সেমিস্টার এর পরীক্ষায় বসতে যাচ্ছিল। ইতিমধ্যেই ক্যাম্পাস ইন্টারভিউতে সে ফরাসি আন্তর্জাতিক সংস্থায় ভালো চাকরি পেয়েও ছিল। কিছু ছেলেমেয়ের উন্মুক্ত জাতিবিদ্বেষের কারণে ছবির মতন সুন্দর জীবন এক লহমায় শেষ হয়ে যায় এঞ্জেলের; এই ধরনের ভবিষ্যৎ যাতে আর কারো দেখতে না হয় সেজন্যে ঘটনায় জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি, অন্ততপক্ষে যাবজ্জীবন জেল দাবি করেছেন তিনি। আরও পড়ুন- Khaleda Zia Death News LIVE Updates: 'ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে তাঁর অবদান অবিস্মরণীয়', খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তায় লিখলেন মোদী ত্রিপুরার শাসক দলীয় জোট শরিক তিপ্রা মথা দলের ছাত্র সংগঠন টিআইএসএফ, যুব সংগঠন ওয়াইটিএফ, ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ, টিওয়াইএফ সহ বিভিন্ন সংগঠন থেকে প্রতিবাদ মিছিল, শোক সভা, মোমবাতি মিছিল, ধর্না ইত্যাদি সংগঠিত করা হয়েছে। এঞ্জেল এর মৃত্যু শুধুমাত্র একজন যুবকের মৃত্যু নয়। এই মৃত্যু মানবতার মৃত্যু। বর্তমান ভারতবর্ষে জাতীয় ধর্মের নামে বিভাজনের চূড়ান্ত কুফল এর উদাহরণ। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করার দাবি জানাচ্ছি, জানিয়েছেন বামপন্থী ছাত্র যুব নেতারা। অপরদিকে তিপ্রা মথা দলের ছাত্র নেতা সুরজ দেববর্মা একটি মিছিল ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে বলেছেন এবং তার মৃত্যুর সঙ্গে জড়িত সকল অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি। আরও পড়ুন- Khaleda Zia: স্বামীর হত্যার পর ক্ষমতার শীর্ষে খালেদা জিয়া, মৃত্যুদিনে ফিরে দেখা তাঁর অবিস্মরণীয় যাত্রা রাজধানী শহরের উত্তর গেট এলাকায় আজ ত্রিপুরা চাকমা স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ইঞ্জিলের মৃত্যুতে শোক জানিয়ে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলের শেষে তার মৃত্যুতে যুক্ত সকল অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করে মুখ্যমন্ত্রীর ড. মানিক সাহার উদ্দেশ্যে স্মারকলি জমা দিয়েছেন তারা। এঞ্জেল এর বাড়িতে ছুটে গেছেন স্থানীয় বিধায়ক কোথা প্রাক্ত মন্ত্রী ভগবান দাস, সমবেদনা জানিয়েছেন নিহতের পরিজনদের। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের পক্ষে এঞ্জেল চাকমার শেষকৃত্যের সমস্ত ব্যয়ভার বহন করার জন্যে অনুরোধ করেছেন তিপ্রা মথা দলের প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা। তার দল তিপ্রা মথাই গত প্রায় সাড়ে চার বছর ধরে স্বশাসিত জেলা পরিষদের শাসনক্ষমতা রয়েছে।
Kolkata: ভরদুপুরে খাস কলকাতা থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, ধৃত ২
Kolkata Police: রাজ্যে বারবার গুলি চলার ঘটনা ঘটেছে গত এক বছরে। খাস কলকাতাতেও গুলি চলেছে। আর এবার আতঙ্ক আরও বাড়িয়ে কলকাতা থেকে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র। বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলি কোথা থেকে এল, কোথায় পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি লিওনেল মেসির ইভেন্ট ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল যুবভারতীতে (Lionel Messi event chaos)। এই পরিস্থিতির মাঝেই মেসির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট চরম কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। এরপরই তাঁর পাশে দাঁড়িয়ে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রীর স্বামী তথা তারকা বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। অবশেষে […] The post Subhashree Ganguly | মেসি-বিতর্কে শুভশ্রীকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণ! বিহার থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত appeared first on Uttarbanga Sambad .
‘পহেলগাঁও হামলা আপনারা করলেন?’, অনুপ্রবেশ ইস্যুতে ‘দুঃশাসন’শাহকে বিঁধলেন মমতা
অমিত শাহকে দুর্যোধন, দুঃশাসন বলে তোপ মুখ্যমন্ত্রীর।
SIR in Bengal: বাবা শ্রীরামকৃষ্ণ, মা সারদামণি! SIR শুনানিতে মহাফাঁপড়ে মহারাজ
Maharaj in SIR: গৌতম দেব আরও বলেন, “মহারাজদের একটা পরম্পরা আছে। তাঁরা যখন সন্ন্যাস নেন তখন তাঁরা আগের জন্ম থেকে বেরিয়ে এসে নতুনভাবে দীক্ষিত হন। তখন তাঁদের মা বাবার নামও সেইভাবেই দেন। এই সাধু-সন্ন্যাসীরাই আমাদের পথ প্রদর্শক।”
চিনের মাটিতে সলমনকে ঘিরে কুৎসা! নতুন কী ঘটালেন ভাইজান?
গ্লোবাল টাইমস-এ প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, ‘তথ্য বিকৃতির জেরে বিতর্কে বলিউড ছবি ব্যাটল অফ গালওয়ান; কোনো অতিরঞ্জিত নাটক কোনও দেশের পবিত্র ভূখণ্ডে প্রভাব ফেলতে পারে না’। চিনা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, সলমন খান অভিনীত এই ছবিতে দেখানো ঘটনাপ্রবাহ বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
Khaleda Zia: গৃহবধূ থেকে ক্ষমতার সিংহাসন! খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপন্যাস
Khaleda Zia vs Sheikh Hasina: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রয়াত। মঙ্গলবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত প্রায় সাড়ে তিন দশক ধরে শেখ হাসিনার সঙ্গে তাঁর দ্বন্দ্বই বাংলাদেশের রাজনীতির প্রধান অক্ষ হয়ে উঠেছিল। ১৯৯১-৯৬ এবং ২০০১-০৬, দু’দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়ার শাসনকাল যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গভীর ছাপ ফেলেছে, তেমনই ভারতের সঙ্গে সম্পর্কেও তৈরি করেছে টানাপোড়েন। তাঁর প্রধানমন্ত্রীত্বের সময়ে তিনি ভারতের তিন প্রধানমন্ত্রী, পি ভি নরসিমা রাও, অটলবিহারী বাজপেয়ী ও মনমোহন সিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করেছেন। আরও পড়ুন- Khaleda Zia: ‘লজ্জা’ থেকে ‘সেই সব অন্ধকার’, খালেদা জিয়ার মৃত্যু কি ফেরাবে নিষিদ্ধ বইগুলোর স্বাধীনতা? প্রশ্ন তসলিমার বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সালের মেয়াদটি ভারতের কাছে ছিল তিক্ত অভিজ্ঞতার। ওই সময় ডানপন্থী ইসলামপন্থী দল জামায়াতে ইসলামির সঙ্গে জোট করে ক্ষমতায় আসার পর বাংলাদেশে উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী জঙ্গিগোষ্ঠীগুলির কার্যকলাপ বেড়েছিল বলে অভিযোগ ওঠে। এর ফলেই দিল্লির সঙ্গে বিএনপি সরকারের সম্পর্কের অবনতি ঘটে। ২০০৮ সালে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর ভারতবিরোধী কার্যকলাপে কড়াকড়ি শুরু হয়। আরও পড়ুন- Khaleda Zia Death News LIVE Updates: 'ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে তাঁর অবদান অবিস্মরণীয়', খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তায় লিখলেন মোদী ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হওয়া জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া প্রথমে বাংলাদেশের ‘ফার্স্ট লেডি’ হিসেবে পরিচিত হন। ১৯৮১ সালে স্বামী নিহত হওয়ার পর রাজনীতিতে সক্রিয় হন এবং ১৯৮৪ সালে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি প্রথমবার রাজনৈতিক পরিচিতি গড়ে তোলেন। আরও পড়ুন- Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনে চিরপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে সামরিক শাসনের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন খালেদা জিয়া। পরবর্তীকালে তাঁদের দ্বন্দ্ব ‘ব্যাটল অব দ্য বেগমস’ নামে পরিচিত হয়। ১৯৯১ সালে ক্ষমতায় এসে তিনি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে রূপান্তর ঘটান। ভ্যাট চালু, গ্রামীণ মেয়েদের জন্য বিনামূল্যে মাধ্যমিক শিক্ষা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই সময়ের উল্লেখযোগ্য পদক্ষেপ। তবে ২০০১-০৬ মেয়াদে তাঁর পুত্র তারেক রহমানের ‘হাওয়া ভবন’ থেকে সরকার পরিচালনার অভিযোগও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করে। আরও পড়ুন- Khaleda Zia: স্বামীর হত্যার পর ক্ষমতার শীর্ষে খালেদা জিয়া, মৃত্যুদিনে ফিরে দেখা তাঁর অবিস্মরণীয় যাত্রা ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস ও ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় তিনি ক্ষমতায় ছিলেন। ২০১৪ সালে এক সাক্ষাৎকারে খালেদা জিয়া দাবি করেছিলেন, বাবরি মসজিদ ধ্বংসের সময় বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা রুখতে তাঁর সরকার কড়া পদক্ষেপ নিয়েছিল এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। ২০১৩ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়ায় ভোট বয়কটের সিদ্ধান্তকে তাঁর রাজনৈতিক জীবনের বড় ভুল বলে মনে করেন বহু বিশ্লেষক। এরপর দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের আমলে বিএনপি কোণঠাসা হয়ে পড়ে। আরও পড়ুন- Khaleda Zia Net Worth: মাসিক আয়ই ছিল কোটি টাকা, খালেদা জিয়ার মোট সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন ২০১৮ সালে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে তাঁকে কারাবন্দি করা হয় এবং পুরনো ঢাকা কেন্দ্রীয় জেলে রাখা হয়। অসুস্থতার কারণে পরে শর্তসাপেক্ষে মুক্তি পেলেও কার্যত গৃহবন্দি অবস্থায় ছিলেন তিনি। ২০২৪ সালে ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া। মৃত্যুর কিছুদিন আগে, ২৫ ডিসেম্বর, তাঁর বড় ছেলে তারেক রহমান দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন। আরও পড়ুন- Khaleda Zia death: কট্টর রাজনৈতিক প্রতিপক্ষের মৃত্যুতে বুক কেঁপে উঠল শেখ হাসিনার, ভগ্ন হৃদয়ে বললেন - 'খালেদা জিয়ার মৃত্যু'... খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে মতভেদ থাকলেও, তাঁর দল বিএনপি ২০২৬ সালের নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। জীবনের শেষ পর্যায়ে বলা তাঁর কথাগুলি, “শেষ পর্যন্ত জনগণই ঠিক করে দেয় কাকে গ্রহণ করবে”, আজ তাঁর উত্তরসূরি তারেক রহমানের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
Online Fraud |৫০টি অ্যাকাউন্ট থেকে ৩৩০ কোটি পাচার! সইদুলের সম্পত্তি অ্যাটাচ করতে নির্দেশ কোর্টের
সৌরভ রায়, ফাঁসিদেওয়া: ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রাম চটহাটে জামতাড়ার ধাঁচে অনলাইন জালিয়াতির (Online Fraud) মূল অভিযুক্ত মহম্মদ সইদুল ভাড়া নেওয়া ৫০টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ৩৩০ কোটি টাকা লেনদেন করেছিলেন। পুলিশকে তাঁর সম্পত্তি অ্যাটাচ করার নির্দেশ দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত। সীমান্ত লাগোয়া ফাঁসিদেওয়া ব্লকের চটহাট থেকেই অনলাইন গ্যাম্বলিংয়ের টাকা বিদেশে পাঠানোর বড় চক্র গড়ে তুলেছিলেন মাস্টার […] The post Online Fraud | ৫০টি অ্যাকাউন্ট থেকে ৩৩০ কোটি পাচার! সইদুলের সম্পত্তি অ্যাটাচ করতে নির্দেশ কোর্টের appeared first on Uttarbanga Sambad .
কবে-কোথায় বিয়ে করছেন বিজয়-রশ্মিকা?
রাশ্মিকা মান্দানা আর বিজয় দেবেরকোন্ডা আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ে করতে চলেছেন বলে খবর। সূত্র অনুযায়ী, এই বিয়েটি হবে একান্ত ব্যক্তিগত আয়োজন, যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠরা উপস্থিত থাকবে। গত অক্টোবরে তাঁরা পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সেরেছেন। এরপর রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরকোন্ডা হায়দরাবাদে চলচ্চিত্র জগতের সহকর্মীদের জন্য একটি রিসেপশনের আয়োজন করবেন।
8th Pay Commission: ২০২৫ সাল শেষের পথে। চলতি সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে নতুন বছর ২০২৬। বিদায়ী বছরে নানা ক্ষেত্রে একাধিক পরিবর্তনের সাক্ষী থেকেছে দেশ। বিশেষ করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন (৮ম পে কমিশন) সংক্রান্ত বিষয়টি গোটা বছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বছরের শেষে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে ২০২৫ সালে এই কমিশন নিয়ে কী কী অগ্রগতি হয়েছে এবং ২০২৬ সালে কর্মচারী ও পেনশনভোগীরা কী প্রত্যাশা করতে পারেন? Amit Shah: “২০২৬-এ সরকার বদল অবশ্যম্ভাবী!” নারী নিরাপত্তা থেকে শিল্পায়ন, তৃণমূলকে তুলোধনা অমিত শাহের ২০২৫ সালে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন, পেনশন ও বিভিন্ন ভাতা পর্যালোচনা করার উদ্দেশ্যে নতুন বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সপ্তম বেতন কমিশনের পরিকাঠামো পুনর্মূল্যায়ন করাই ছিল এই কমিশনের মূল লক্ষ্য। পরবর্তী ধাপে সরকার আনুষ্ঠানিকভাবে অষ্টম বেতন কমিশন গঠন করে এবং কমিশনের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যদের নিয়োগ সম্পন্ন হয়। একই সঙ্গে কমিশনের কার্যপরিধি বা টার্মস অব রেফারেন্স (TOR) জারি করা হয়, যেখানে কমিশনের কাজের ক্ষেত্র ও দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নিউটাউনে ‘দুর্গা অঙ্গনের’ শিলান্যাস মমতার, 'ভক্তিকে ভোটব্যাঙ্কের রাজনীতি'তে পরিণত করার 'বিস্ফোরক' অভিযোগ বিজেপির এদিকে ২০২৬ সালকে ঘিরে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। উল্লেখযোগ্যভাবে, সপ্তম বেতন কমিশনের ১০ বছরের মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর, ২০২৫। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি যে অষ্টম বেতন কমিশনের সুপারিশ ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে কি না। সম্প্রতি সংসদে সরকারের তরফে জানানো হয়েছে, কমিশন তাদের সুপারিশ জমা দেওয়ার পরেই কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ ঠিক করা হবে। ২০২৬ সাল শুরু হতে আর মাত্র একদিন বাকি থাকলেও নতুন বেতন কাঠামো নিয়ে অনিশ্চয়তা কাটেনি। প্রকাশ্যে অধ্যাপককে 'জাত তুলে' অপমান, বিরাট অভিযোগে উত্তাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের মধ্যেই অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা কম। কারণ কমিশনটি তুলনামূলকভাবে সদ্য গঠিত হয়েছে এবং সরকার তাদের কাজ শেষ করার জন্য ১৮ মাস সময় নির্ধারণ করেছে। সেই হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হলে কমিশনের সুপারিশ ২০২৭ সালে প্রকাশ পেতে পারে। তবে রিপোর্ট প্রকাশের পরেও তা কার্যকর করতে সরকারের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন সংশোধন নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। তবুও, কমিশন কার্যকর হলে বকেয়া অর্থ এককালীনভাবে পাওয়ার সম্ভাবনা থাকায় কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে আশার আলো এখনও বজায় রয়েছে। মাসিক আয়ই ছিল কোটি টাকা, খালেদা জিয়ার মোট সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন
খালেদার প্রয়াণে শোকপ্রকাশ মমতার, পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর
৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিএনপি নেত্রী।
Bank Fraud: বুকের পাটা দেখুন! গ্রাহকরা বুঝলই না, ৩ কোটি টাকা নিয়ে পালিয়ে গেল Canara Bank-র ম্যানেজার
Canara Bank Fraud: সম্প্রতি ব্যাঙ্কের আভ্যন্তরীণ অডিটের সময় আর্থিক তছরুপের বিষয়টি সামনে আসে। ততক্ষণে ব্যাঙ্কের ম্যানেজার টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন। গ্রাহকদের ঘাড়ে ঋণের বোঝা চাপে। অভিযুক্ত ওই ব্যাঙ্কের ম্যানেজারের খোঁজ চলছে।
সত্যিই কি বাংলা জিততে চায় বিজেপি? ‘সেটিং’তত্ত্ব নিয়ে প্রশ্ন উঠতেই কী বললেন শাহ
'দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি', আত্মপ্রত্যয়ী মন্তব্য অমিত শাহের।
আক্রান্ত পুলিশ, অসমে পহেলগাঁও সন্ত্রাসের সমর্থক ছিনতাই ‘বাংলাদেশি’দের! গ্রেপ্তার ১০
অভিযুক্ত জঙ্গি সমর্থকের খোঁজে তল্লাশি পুলিশের।
Amit Shah |‘নাগরিকত্বের আবেদন করা মতুয়াদের উদ্বেগের কোনও কারণই নেই,’অভয়বার্তা অমিত শায়ের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাগরিকত্বের আবেদন করা মতুয়াদের উদ্বেগের কোনও কারণই নেই’ বাংলায় বসে ‘শরণার্থীদের’ আশ্বস্ত করলেন অমিত শা (Amit Shah)। তিনদিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah In Kolkata)। সফরের প্রথমদিন অর্থাৎ মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে মতুয়া সম্প্রদায় নিয়ে মুখ খুললেন শা। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অন্যতম মুখ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে (Santanu […] The post Amit Shah | ‘নাগরিকত্বের আবেদন করা মতুয়াদের উদ্বেগের কোনও কারণই নেই,’ অভয়বার্তা অমিত শায়ের appeared first on Uttarbanga Sambad .
Back Pain Relief Exercises: বর্তমান সময়ে অফিসে কাজ করা মানেই দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা। কম্পিউটারের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করার ফলে ধীরে ধীরে শরীরের ভঙ্গি খারাপ হতে শুরু করে এবং তার সরাসরি প্রভাব পড়ে পিঠের ওপর। প্রথমে হালকা অস্বস্তি মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যা তীব্র পিঠের ব্যথায় পরিণত হয়। বিশেষ করে কোমরের নীচের অংশ, কাঁধ এবং মেরুদণ্ডের আশেপাশে ব্যথা খুবই সাধারণ হয়ে উঠেছে। অনেকেই ব্যস্ততার কারণে এই সমস্যাকে গুরুত্ব দেন না, অথচ সময়মতো যত্ন না নিলে ভবিষ্যতে এটি বড় শারীরিক সমস্যার কারণ হতে পারে। পিঠের ব্যথা কমানোর জন্য সব সময় ওষুধের প্রয়োজন হয় না। কিছু সহজ ব্যায়াম ও স্ট্রেচিং নিয়মিত করলে ঘরে বসেই এই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সবচেয়ে ভালো দিক হল, এই ব্যায়ামগুলো করার জন্য আলাদা কোনও যন্ত্রপাতি বা বেশি জায়গার দরকার হয় না। অফিসের চেয়ারে বা বাড়িতে কয়েক মিনিট সময় বের করলেই যথেষ্ট। আরও পড়ুন- পেটের মেদ কি জিরা জল ও মধু সত্যিই কমায়? কী বলছেন পুষ্টিবিদরা, জানলে অবাক হবেন! সিটেড স্পাইনাল টুইস্ট এমন একটি ব্যায়াম যা দীর্ঘক্ষণ বসে থাকার ফলে শক্ত হয়ে যাওয়া মেরুদণ্ডকে আরাম দেয়। এই ব্যায়ামটি অফিসে চেয়ারে বসেই করা যায়। ধীরে ধীরে শরীরের ওপরের অংশ একদিকে ঘোরালে মেরুদণ্ডে জমে থাকা টান কমতে শুরু করে। কিছুক্ষণ সেই অবস্থায় থাকলে পিঠের পেশী শিথিল হয় এবং রক্ত সঞ্চালন উন্নত হয়। নিয়মিত এই ব্যায়াম করলে কোমরের ব্যথা কমে এবং বসে কাজ করার ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। আরও পড়ুন- ভারতীয় রেল সম্পর্কে এই ৬টি তথ্য, জানলে রীতিমতো চমকে যাবেন! বিড়াল-গরু স্ট্রেচ বা ক্যাট-কাউ যোগাসন পিঠের জন্য অত্যন্ত উপকারী একটি যোগব্যায়াম। এই স্ট্রেচ মেরুদণ্ডকে সামনে ও পেছনে নড়াচড়া করিয়ে তার নমনীয়তা বাড়ায়। শ্বাসের সঙ্গে তাল মিলিয়ে এই ব্যায়াম করলে পিঠের গভীর পেশীগুলো সক্রিয় হয় এবং দীর্ঘদিনের শক্ত ভাব ধীরে কমে আসে। যাঁরা কোমরের নীচের অংশে বা মেরুদণ্ডে নিয়মিত ব্যথা অনুভব করেন, তাঁদের জন্য এই ব্যায়াম বিশেষভাবে উপকারী। নিয়মিত অনুশীলনের ফলে শরীরের ভঙ্গিও উন্নত হয়। আরও পড়ুন- বছর শেষে প্রিয় মানুষদের সঙ্গে ঘুরতে যেতে চান? এই রোম্যান্টিক জায়গাগুলিই সবচেয়ে ট্রেন্ডিং শিশুর ভঙ্গি বা চাইল্ড পোজ পিঠের পেশীকে সম্পূর্ণভাবে শিথিল করার একটি সহজ এবং কাজের যোগাসন। দীর্ঘক্ষণ বসে থাকার পর এই ভঙ্গিতে কিছু সময় কাটালে পিঠ, কাঁধ এবং ঘাড়ের ওপর জমে থাকা চাপ কমে যায়। এই আসনে শরীরকে সামনের দিকে ঝুঁকিয়ে রাখার ফলে মেরুদণ্ড স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং মানসিক প্রশান্তিও পাওয়া যায়। কাজের ফাঁকে বা দিনের শেষে এই ভঙ্গিটি করলে সারাদিনের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। আরও পড়ুন- শীতের নতুন গুড় আসল না নকল? না খেয়েই চিনে নিন এই সহজ পদ্ধতিতে এই ব্যায়ামগুলোর সঙ্গে প্রতিদিনের জীবনযাত্রায় কিছু ছোট পরিবর্তন আনাও জরুরি। দীর্ঘক্ষণ একটানা বসে না থেকে প্রতিঘণ্টায় কিছুক্ষণ উঠে হাঁটা, সঠিক উচ্চতার চেয়ার ব্যবহার করা এবং কম্পিউটারের স্ক্রিন চোখের সমান উচ্চতায় রাখা পিঠের ব্যথা কমাতে সাহায্য করে। পর্যাপ্ত জলপান এবং হালকা শরীরচর্চা পিঠের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্যথা শুরু হলেই সেটিকে উপেক্ষা না করা। নিয়মিত ব্যায়াম ও সচেতন জীবনযাত্রা পিঠের ব্যথা থেকে দীর্ঘমেয়াদে মুক্তি দিতে পারে। তবে সেই ব্যথা যদি খুব বেশি হয় বা দীর্ঘদিন ধরে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। দাবিত্যাগ: এই নিবন্ধে দেওয়া ব্যায়াম ও পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। কোনও গুরুতর শারীরিক সমস্যা থাকলে বা ব্যথা বৃদ্ধি পেলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
Khaleda Zia Demise: ‘দেশনেত্রী’কে হারাল বাংলাদেশ, খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ তারকাদের
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিএনপি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি একাধিকবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ও রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর নেতৃত্বে বিএনপি দীর্ঘদিন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত ছিল। তাঁর মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রেখার উড়ন্ত চুম্বনে আবেগঘন মুহূর্ত, অমিতাভের নাতি অগস্ত্যর জন্য বিশেষ স্ক্রিনিং ‘ইক্কিস’-এর স্বাস্থ্যগত দিক থেকে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগ সিরোসিসে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তাঁর আর্থ্রাইটিস, ডায়াবেটিস, বুকে ব্যথা এবং হৃদ্যন্ত্র সংক্রান্ত একাধিক সমস্যা ছিল। এই সব শারীরিক জটিলতার কারণে তাঁর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছিল। এদিকে, তাঁর মৃত্যুতে বাংলাদেশের তারকারা শোকপ্রকাশ করেছেন। বাংলাদেশের চঞ্চল চৌধুরী তাঁর ছবি শেয়ার করেছেন, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আরেক তারকা সিয়াম আহমেদ তিনি শোকপ্রকাশ করে লিখছেন, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। অভিনেতা আরশ খান তিনিও শান্তি কামনা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর। শোকপ্রকাশ করেছেন দুই বাংলায় সমান জনপ্রিয় জেমস। তিনি লিখছেন, ‘শোক ও বিনম্র শ্রদ্ধা, বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’ Iman Chakraborty-Mamata Banerjee: উন্নয়নের পাঁচালির পর ফের মমতার কাছাকাছি, দুর্গা অঙ্গনে কী গাইলেন ইমন? বাংলাদেশের অন্যতম সুপারস্টার শাকিব খান। তিনিও সমাজ মাধ্যমে একটি শোকবার্তা দিয়েছেন। অভিনেতা লিখছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। প্রসঙ্গে, স্বাস্থ্য সমস্যার পাশাপাশি তিনি দীর্ঘ সময় আইনি জটিলতার মধ্যেও ছিলেন। ২০০৮ সালের একটি দুর্নীতি মামলায় অনাথদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৮ সালে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েও তিনি বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবেন।
হিয়ারিং-এর লাইনে তরুণী হাসিনার কী অবস্থা হল দেখুন
শুনানির লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে নোটিস পাওয়া ভোটারদের। সেরকম লাইনেই দাঁড়িয়ে ছিলেন হাসিনা শেখ। বছর কয়েক আগে হাসিনা শেখের বিয়ে হয় আউশগ্রামের এড়াল গ্রামে। তাঁর বাবার বাড়ি জেলার মঙ্গলকোটের ন’পাড়ায়। তাঁকে সোমবার শুনানিতে ডাকা হয়েছিল। লাইনে দাঁড়িয়েও ছিলেন তিনি। ভিতরে যখন তৃণমূলকর্মীদের বচসা চলছে, তখনই হাসিনা শেখ অসুস্থ বোধ করেন।
Indian Air Force: যুদ্ধের প্রযুক্তি এবার তৈরি হবে দেশেই, IIT-র সঙ্গে হাত মেলাল বায়ু সেনা!
War Technology Of Indian Air Force: কোনও যুদ্ধে বা যুদ্ধকালীন পরিস্থিতিতে তথ্যের আদান-প্রদান অত্যন্ত সংবেদনশীল। সেই যোগাযোগ ব্যবস্থাকে শত্রুর নজর থেকে আড়ালে রাখতে প্রয়োজন শক্তিশালী এনক্রিপশন। আইআইটি-মাদ্রাজের গবেষণা এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অভিজ্ঞতা মিলে তৈরি করবে বিশেষ অ্যালগরিদম।
অর্জুনের কাছে কিস্তিমাতে ফের টেবিলে ঘুসি! ভারতীয়রা হারালেই কেন রেগে যান কার্লসেন?
অন্যদিকে গুকেশ হেরে গেলেন ১২ বছর বয়সি এক দাবাড়ুর কাছে।
শুনানিতে সময়মতো পৌঁছনোর আশঙ্কায় মৃত্যু পুরুলিয়ার বৃদ্ধের, সরাসরি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR ছেলের
সোমবারই পুলিশের কাছে অভিযোগ করার কথা জানায় পরিবার।
SIR: ‘আর সহ্য হচ্ছে না’, কেন বললেন মুখ্যমন্ত্রী মমতা?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, মা দুর্গাকে বলব, মনুষ্যত্ব বাঁচিয়ে দাও। অশুভ শক্তির বিনাশ কর। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এক মাসে ৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। এটা আর সহ্য হচ্ছে না। মমতার প্রশ্ন, বাংলায় থেকে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হবে? নাগরিকত্বের সঙ্গে ভোটাধিকারের কী সম্পর্ক?
খালেদা জিয়ার প্রয়াণে শোকবিধ্বস্ত জেমস, মাতৃহারা তারেক রহমানের পাশে ‘নগরবাউল’
প্রথম মহিলা প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন বাংলাদেশের তারকামহলের।
Rohini |নতুন বছরেই খুলছে রোহিণীর রাস্তা, স্বস্তিতে পর্যটক থেকে পাহাড়ের ব্যবসায়ীরা
রণজিৎ ঘোষ, রোহিণী: প্রায় তিন মাস পর রোহিণীর রাস্তা ফের খুলছে (Rohini)। ১ জানুয়ারি থেকে ওই পথে ছোট গাড়ি চলাচল শুরু করানোর কথা জানিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। এই খবরে রোহিণীর রাস্তায় থাকা হোটেল, রেস্তোরাঁ ব্যবসায়ী থেকে শুরু করে সেখানকার বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া দেখা গিয়েছে। পরিবহণ চালক সংগঠনও জানিয়েছে, ফের রোহিণীর রাস্তা দিয়ে কার্সিয়াং […] The post Rohini | নতুন বছরেই খুলছে রোহিণীর রাস্তা, স্বস্তিতে পর্যটক থেকে পাহাড়ের ব্যবসায়ীরা appeared first on Uttarbanga Sambad .
Amit Shah attacks TMC: বিধানসভা ভোটের আগে বঙ্গ সফরে এসে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গ “ভয় ও দুর্নীতির রাজ্যে” পরিণত হয়েছে এবং রাজ্য ক্রমশ অন্ধকারের দিকে এগোচ্ছে। অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাঁর দাবি, অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের মানুষ আতঙ্কিত এবং সুশাসনের জন্য পরিবর্তন চাইছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জিতে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বলেও আশাবাদী শাহ। আরও পড়ুন- Khaleda Zia Death News LIVE Updates: 'ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে তাঁর অবদান অবিস্মরণীয়', খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তায় লিখলেন মোদী স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করা হবে এবং গরিব কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তাঁর অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রেও তৃণমূল সরকার বাধা দিচ্ছে এবং বিএসএফকে জমি দেয়নি। তাঁর মতে, ২০২৬ সালের ভোট মূলত অনুপ্রবেশ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ভোট হবে। আরও পড়ুন- Khaleda Zia: ‘লজ্জা’ থেকে ‘সেই সব অন্ধকার’, খালেদা জিয়ার মৃত্যু কি ফেরাবে নিষিদ্ধ বইগুলোর স্বাধীনতা? প্রশ্ন তসলিমার দুর্নীতি প্রসঙ্গে অমিত শাহ বলেন, তৃণমূলের একাধিক নেতা ও মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল-সহ বহু নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, “আপনারা বলছেন বাংলায় দুর্নীতি নেই?” তাঁর অভিযোগ, নিয়োগ দুর্নীতি থেকে পুরসভা, সব ক্ষেত্রেই দুর্নীতির ছায়া। আরও পড়ুন- Khaleda Zia: স্বামীর হত্যার পর ক্ষমতার শীর্ষে খালেদা জিয়া, মৃত্যুদিনে ফিরে দেখা তাঁর অবিস্মরণীয় যাত্রা মহিলাদের নিরাপত্তা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন শাহ। আরজি কর, দুর্গাপুর মেডিক্যাল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতনের ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, তৃণমূল সরকার বাংলার মানুষকে সুশাসন দিতে ব্যর্থ। আরও পড়ুন- Khaleda Zia: খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর নতুন বিতর্ক অর্থনৈতিক অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, তৃণমূলের আমলে রাজ্য থেকে একের পর এক শিল্প সংস্থা চলে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে। কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নেও রাজ্য সরকার বাধা দিচ্ছে বলে দাবি করেন তিনি। সব মিলিয়ে, ২০২৬ সালের বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় আসবেই, এমনই দাবি করেন অমিত শাহ।
Weekly Love Horoscope: চলতি সপ্তাহটি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অনেক রাশির জন্য পরীক্ষার সময় হতে চলেছে। কর্মক্ষেত্রের চাপ, মানসিক অস্থিরতা কিংবা পারিবারিক হস্তক্ষেপ অনেকের প্রেম জীবনে প্রভাব ফেলতে পারে। তবে একইসঙ্গে কিছু রাশির জীবনে প্রেম বিবাহ, সম্পর্কের দৃঢ়তা এবং পুরনো সমস্যার সমাধানের সুযোগও রয়েছে। মেষ মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কাজের চাপ প্রেম জীবনে প্রভাব ফেলতে পারে। সঙ্গীর জন্য সময় না বের করতে পারায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ধৈর্য ও শান্ত আচরণ বজায় রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। আরও পড়ুন- ভোরের স্বপ্নে এই ৫ জিনিস দেখলে বদলে যেতে পারে ভাগ্য, শাস্ত্র কী বলছে জানলে খুশি হবেন বৃষ বৃষ রাশির জন্য এই সপ্তাহটি প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ। প্রেম বিবাহের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং পরিবারের সম্মতি পাওয়ারও যোগ রয়েছে। বিবাহিতদের মধ্যে পুরনো সমস্যার সমাধান হবে এবং সম্পর্ক আরও গভীর হবে। আরও পড়ুন- মেষ থেকে মীন, জানুন আজকের রাশিফল এবং প্রতিকার মিথুন মিথুন রাশির জাতক-জাতিকাদের অস্থির মানসিকতা সম্পর্কের সমস্যা তৈরি করতে পারে। কথাবার্তায় সংযম না রাখলে সম্পর্ক ভাঙনের পরিস্থিতি তৈরি হতে পারে। বিবাহিতদের জন্য সময়টা কিছুটা সংবেদনশীল। আরও পড়ুন- স্বল্প চেনা মানুষের দেওয়া এই ৪ খাবার, খেলেই জীবনে ঢুকে পড়তে পারে নেগেটিভ এনার্জি! কর্কট কর্কট রাশির জাতক-জাতিকারা মানসিক চাপ কাটাতে সঙ্গীর সান্নিধ্য খুঁজবেন। পরিবারে চলমান বিবাদ মিটে যাওয়ার ফলে বিবাহিত জীবনে স্বস্তি ফিরবে এবং সম্পর্ক আরও মজবুত হবে। আরও পড়ুন- ব্রেকফাস্টে এই ৫ খাবারের ভুলে নীরবে পচতে শুরু করে আপনার অন্ত্র, আজই বদলান অভ্যাস সিংহ সিংহ রাশির জন্য এই সপ্তাহে প্রেমের সম্পর্ককে বৈধ রূপ দেওয়ার চিন্তা আসতে পারে। তবে পরিবারের অনুমোদন নিয়ে কিছুটা মানসিক চাপ থাকতে পারে। সপ্তাহের শেষে পরিস্থিতি ইতিবাচক হবে। কন্যা কন্যা রাশির জাতক-জাতিকাদের আচরণে পরিবর্তনের কারণে প্রেম সম্পর্কে সামান্য দূরত্ব তৈরি হতে পারে। তবে পুরোনো স্মৃতি ও খোলামেলা কথাবার্তা সম্পর্ককে আবার আগের জায়গায় ফিরিয়ে আনবে। তুলা তুলা রাশির প্রেম জীবন এই সপ্তাহে বেশ রোমান্টিক থাকবে। যত্ন ও আবেগের আদান-প্রদান সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। বিবাহিতদের জন্য সপ্তাহের শেষভাগ অত্যন্ত শুভ। বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে হালকা রসিকতা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। দ্রুত ক্ষমা চেয়ে নিলে সম্পর্ক আরও দৃঢ় হবে। পরিবারে অসুস্থতার কারণে দাম্পত্য জীবনে কিছুটা চাপ আসতে পারে। ধনু ধনু রাশির জাতক-জাতিকাদের প্রেম জীবনে সাময়িক বিচ্ছেদ মানসিক কষ্ট দিতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে পরিস্থিতি উন্নতির দিকে যাবে এবং সম্পর্ক আরও গভীর হবে। মকর মকর রাশির জাতক-জাতিকাদের মধ্যে ঈর্ষা কাজ করতে পারে, তবে ধীরে বাস্তবতা বুঝতে পারবেন। এতে সম্পর্ক আরও পরিণত হবে। কুম্ভ কুম্ভ রাশির প্রেম জীবনে বিবাহের সিদ্ধান্ত আসতে পারে। পুরোনো দাম্পত্য সমস্যা মিটে গিয়ে সম্পর্ক নতুনভাবে শুরু হবে। মীন মীন রাশির জাতক-জাতিকাদের প্রেম জীবনে বড় সিদ্ধান্ত হতে পারে। শান্তভাবে এবং সঙ্গীর মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে।
Khaleda Zia death : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর কট্টর রাজনৈতিক ব্যাক্তিত্বের প্রয়াণে শোকবার্তায় শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতি ও বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি। আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেখ হাসিনার এই শোকবার্তা প্রকাশ করা হয়েছে। আরও পড়ুন- Khaleda Zia Death News LIVE Updates: 'ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে তাঁর অবদান অবিস্মরণীয়', খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তায় লিখলেন মোদী শোকবার্তায় শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনীতি এবং বিএনপি নেতৃত্বের জন্য এক বিরাট ক্ষতি।” মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানো হয়। দলীয় সূত্রে জানা যায়, সকাল ৬টা নাগাদ তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ও কিডনির সমস্যাত ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া ছিলেন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং দু’বার এই দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে ১৯৯৬ সাল পর্যন্ত পাঁচ বছর ক্ষমতায় ছিলেন তিনি। পরে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আরও পড়ুন- Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশে মোট পাঁচবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গত বছর দেশে সংঘটিত এক অভ্যুত্থান ও হিংসাত্মক বিক্ষোভের প্রেক্ষিতে তিনি পদত্যাগে বাধ্য হন এবং পরে বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন। শেখ হাসিনা ও খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে চির প্রতিদ্বন্দ্বি দুই মুখ। একসময় দু’জনেই স্বৈরশাসনের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করলেও ক্ষমতার রাজনীতিতে তাঁরা একে অপরের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠেন। খালেদা জিয়ার আমলে গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে সংসদীয় শাসনব্যবস্থায় রূপান্তরের ঘটনাও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা বলে বিবেচিত হয়। আরও পড়ুন- Khaleda Zia: স্বামীর হত্যার পর ক্ষমতার শীর্ষে খালেদা জিয়া, মৃত্যুদিনে ফিরে দেখা তাঁর অবিস্মরণীয় যাত্রা দুই নেত্রীর শাসনামলে বিদেশ নীতিতেও স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা গিয়েছিল। খালেদা জিয়ার সময়কালে চিন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, অন্যদিকে শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। আরও পড়ুন- Khaleda Zia: খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর নতুন বিতর্ক
Raihan Vadra Engagement: গান্ধী পরিবারে খুশির হাওয়া, কার সঙ্গে বাগদান সারলেন প্রিয়ঙ্কার ছেলে?
Priyanka Gandhi's Son's Engagement: প্রিয়ঙ্কা গান্ধীর দুই সন্তান। এক ছেলে ও এক মেয়ে। রাইহান বড়। ২০০০ সালের ২৯ অগস্ট জন্ম তাঁর। দেহরাদুনের দুন স্কুল থেকে পড়াশোনা করেছেন রাইহান। এই স্কুল থেকেই পড়াশোনা করেছিলেন দাদু রাজীব গান্ধী ও মামা রাহুল গান্ধীও।
SIR আবহে নাগরিকত্ব শঙ্কায় মতুয়ারা! ‘শরণার্থী’দের শাহের আশ্বাস, ‘কেউ ক্ষতি করতে পারে না’
এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই দেখা গিয়েছে নাম নেই বহু মতুয়ার।
খালেদার প্রয়াণে বিপিএলের ম্যাচ স্থগিত, ‘ক্রিকেটের মধ্যে রাজনীতি কেন?’ক্ষুব্ধ বাংলাদেশের নেটিজেনরা
নেটিজেনদের 'প্রতিবাদে'ও কি মিশে রাজনীতির অঙ্ক?
Saokat Molla: ‘রক্তের দায় এড়াতে পারে না’, মঞ্চ থেকে কমিশনকে কড়া ভাষায় আক্রমণ শওকতের
SIR: তৃণমূল কংগ্রেসের এক রাজনৈতিক সভা থেকে কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি আক্রমণ করেন শওকত। শওকত মোল্লার অভিযোগ, বর্তমান ইলেকশন কমিশনারের ভূমিকার জেরেই রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সেই আতঙ্ক থেকেই একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।
‘এপ্রিলে বাংলায় ভোট’, কোন অঙ্কে ক্ষমতা দখল? কলকাতায় সমীকরণ বোঝালেন শাহ
এদিন অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দেন শাহ।
ভারতের প্রতিরক্ষা শক্তিতে বুক কাঁপল বিশ্বের, মারাত্মক ক্ষেপনাস্ত্র পরীক্ষায় বিরাট সাফল্যে গর্বিত দেশ
দেশের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও শক্তিশালী করে বড় সাফল্য পেল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট (LRGR-120)-এর প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর)-এ এই গুরুত্বপূর্ণ পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় রকেটটি নির্ধারিত সমস্ত কৌশল ও প্রযুক্তিগত ধাপ নিখুঁতভাবে সম্পন্ন করে অত্যন্ত নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আরও পড়ুন- Khaleda Zia: স্বামীর হত্যার পর ক্ষমতার শীর্ষে খালেদা জিয়া, মৃত্যুদিনে ফিরে দেখা তাঁর অবিস্মরণীয় যাত্রা ডিআরডিও সূত্রে জানা গেছে, পরীক্ষার সময় পিনাকা এলআরজিআর-১২০ রকেটটি ১২০ কিলোমিটারের পূর্ণ পরিসরে নিক্ষেপ করা হয়। প্রতিটি মুহূর্তে রেঞ্জে মোতায়েন আধুনিক ট্র্যাকিং সিস্টেম রকেটটির গতিপথ পর্যবেক্ষণ করে। নির্ধারিত রুট ও কৌশল মেনে চলার পর রকেটটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে, যা এর উচ্চমাত্রার নির্ভুলতা ও কার্যকারিতা প্রমাণ করে। এই রকেটটি সেনাবাহিনীতে ইতিমধ্যেই পরিষেবায় থাকা পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল। এর ফলে বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে নতুন প্রযুক্তির সহজ সংযুক্তির ক্ষমতা স্পষ্ট হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ১২০ কিলোমিটার পাল্লার এই গাইডেড রকেট শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দ্রুত ও নিখুঁত আঘাত হানতে সক্ষম হবে। আরও পড়ুন- Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটটির নকশা ও ডেভালপমেন্ট করেছে ডিআরডিও-র আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (এআরডিই)। এই প্রকল্পে হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি এবং অন্যান্য গবেষণা কেন্দ্র সহযোগিতা করেছে। পরীক্ষাটি পরিচালনা করেছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ও প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এস্টাবলিশমেন্ট। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারতের এই সাফল্য প্রতিবেশী দেশ পাকিস্তান ও চিনের কৌশলগত উদ্বেগ বাড়িয়েছে। আরও পড়ুন- ‘লজ্জা’ থেকে ‘সেই সব অন্ধকার’, খালেদা জিয়ার মৃত্যু কি ফেরাবে নিষিদ্ধ বইগুলোর স্বাধীনতা? প্রশ্ন তসলিমার The maiden flight test of Pinaka Long Range Guided Rocket (LRGR 120) was conducted successfully at ITR, Chandipur today. Raksha Mantri Shri @rajnathsingh has congratulated @DRDO_India and other stakeholders on this achievement. pic.twitter.com/SAIL8jj8KI — रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) December 29, 2025 এই সাফল্যের জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, দূরপাল্লার গাইডেড রকেটের সফল বিকাশ ভারতীয় সশস্ত্র বাহিনীর আঘাত হানার ক্ষমতা বহুগুণ বাড়াবে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। একই সঙ্গে ডিআরডিও-র চেয়ারম্যান ও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব ডঃ সমীর ভি. কামাতও এই মিশনের সঙ্গে যুক্ত সমস্ত বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের অভিনন্দন জানিয়েছেন। আরও পড়ুন- Khaleda Zia: খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর নতুন বিতর্ক
১০০ দিনের কাজের প্রাপ্য বকেয়া কবে পাবে বাংলা! স্ট্যান্ডিং কমিটিকে বলতে পারল না মন্ত্রক
কী বলল কেন্দ্র?
SIR শুনানিতে ‘হয়রানি’র অভিযোগ তৃণমূলের, শাহের ঘোষণা, ‘অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়াব’
'মানুষ তো দূরের কথা, একটি পাখিও গলতে পারবে না', হুঙ্কার শাহের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘হিন্দু তোষণ’-এর অভিযোগ তুললেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি দাবি করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের সংখ্যালঘু ভোট তাঁর দিকেই ঝুঁকবে। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সদ্য গঠিত তাঁর রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি (জেইউপি) আগামী নির্বাচনে সংখ্যালঘু ভোটের প্রধান দাবিদার হবে এবং তৃণমূল ২৬-এ সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারবে না। আরও পড়ুন- Khaleda Zia: খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর নতুন বিতর্ক বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুমায়ুন কবিরের বক্তব্য, “২০২৬ সালে সংখ্যালঘু ভোট আমাদের দিকেই ঝুঁকবে। সংখ্যালঘু ভোটাররা তাদের নিজেদের প্রতিনিধিত্ব চান। প্রয়োজনে আমি ২০০ জন প্রার্থী দেব, যার মধ্যে ৯০ জন হবেন মুসলিম।” তাঁর দাবি, তৃণমূল ‘সাম্প্রদায়িক রাজনীতি’ করছে এবং হিন্দু তোষণের পথেই হাঁটছে। তাঁর অভিযোগ, “২০২৬ সালের নির্বাচনে হিন্দু বনাম মুসলিম ভোটের স্পষ্ট বিভাজন দেখা যাবে। শুভেন্দু অধিকারী হিন্দু রাজনীতি করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ও জগন্নাথ মন্দির নির্মাণ, দুর্গাপুজো কার্নিভাল আয়োজন ও পুজো কমিটিগুলিকে অনুদান দিয়ে হিন্দু তোষণ করছেন।” তিনি আরও বলেন, “আমি মুসলিমদের নেতা হব। আমাদের মূল লক্ষ্যই হবে মুসলিম ভোট।” নিউ টাউনে দুর্গা দেবীকে উৎসর্গ করে ‘দুর্গা অঙ্গন’ সাংস্কৃতিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন হুমায়ুন কবির। তাঁর বক্তব্য, সরকারি অর্থ এভাবে খরচ করা যায় না। একই সঙ্গে বিজেপির নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। “বিজেপি কেন আদালতে যাচ্ছে না? তাহলে কি ধরে নিতে হবে বিজেপি ও মুখ্যমন্ত্রীর মধ্যে কোনও বোঝাপড়া আছে?”প্রশ্ন তাঁর। আরও পড়ুন- Khaleda Zia: স্বামীর হত্যার পর ক্ষমতার শীর্ষে খালেদা জিয়া, মৃত্যুদিনে ফিরে দেখা তাঁর অবিস্মরণীয় যাত্রা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেরও পাল্টা জবাব দেন হুমায়ুন কবির। অভিষেক বলেছিলেন, মন্দির-মসজিদ নির্মাণের অধিকার সকলের আছে, তবে রাজনীতির সঙ্গে তা মেশানো উচিত নয়। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, “এই পরামর্শ যদি আমার জন্য হয়, তবে তা তাঁর পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।” বাবরি ধাঁচের মসজিদ নির্মাণ প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই তিনি নির্মাণকাজ শুরু করবেন। পাশাপাশি অভিযোগ করেন, মুর্শিদাবাদে ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই পুলিশ তাঁকে টার্গেট করে হয়রানি শুরু করেছে। আরও পড়ুন- Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর রবিবার তাঁর ছেলে গুলাম নবী আজাদ ওরফে রবিনকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগে আটক করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান। এ বিষয়ে হুমায়ুন কবিরের দাবি, তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মামলা করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, বিনা নোটিসে পুলিশ তাঁর বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে এবং পরিবারের সদস্যদের ভয় দেখাচ্ছে। পুলিশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন কবির বলেন, “কলকাতা থেকে নির্দেশ এনে যদি কেউ ভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে, তাহলে তারা ভুল করছে। আমার মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে পুলিশ মাপজোখ করছে। আমার পরিবার বা সম্পত্তিতে হাত দিলে তার ফল ভোগ করতে হবে। পুলিশকে আমি জবাব দেব।” আরও পড়ুন- ‘লজ্জা’ থেকে ‘সেই সব অন্ধকার’, খালেদা জিয়ার মৃত্যু কি ফেরাবে নিষিদ্ধ বইগুলোর স্বাধীনতা? প্রশ্ন তসলিমার আরও পড়ুন- Khaleda Zia Death News LIVE Updates: 'ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে তাঁর অবদান অবিস্মরণীয়', খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তায় লিখলেন মোদী
চলন্ত ট্রেনের দরজার দাঁড়িয়ে ফোনে কথা, মালদায় পড়ে মৃত্যু তৃণমূল ছাত্র নেতার
কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ফরাক্কায় বাড়ি ফিরছিলেন কুলদীপ।
Budget 2026: ২০২৬ সালে ১ ফেব্রুয়ারি কি বাজেট পেশ হবে না?
Union Budget 2026 Date: ২০১৭ সাল থেকে ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়। আগামী ২০২৬ সালে ১ ফেব্রুয়ারি পড়েছে রবিবার। এরপরই জল্পনা তৈরি হয়েছে যে রবিবারে কি বাজেট অধিবেশন হবে নাকি একদিন পিছিয়ে যাবে কেন্দ্রীয় বাজেট পেশ?
আমির খানকে খুনের হুমকি! ‘মামুকে দেশ ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে’, বিস্ফোরক ভাগ্নে ইমরান
বছরশেষে বোমা ফাটালেন ইমরান খান! কী বললেন?
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর পর দেশজুড়ে শোকের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে তাঁর শাসনামলে আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা ও বাকস্বাধীনতার প্রশ্ন। ৮০ বছর বয়সে প্রয়াত খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়নের পাশাপাশি বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন প্রশ্ন তুলছেন, তাঁর সময়কালে নিষিদ্ধ হওয়া বইগুলোর ওপর আরোপিত ব্যান কি এবার প্রত্যাহার করা হবে? সোশ্যাল মিডিয়ায় পোস্টে তসলিমা নাসরিন লিখেছেন, খালেদা জিয়া গৃহবধূ থেকে দলীয় প্রধান হয়ে টানা প্রায় এক দশক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর রাজনৈতিক জীবনকে অনেকেই সফল ও দীর্ঘ বলে মনে করছেন। তবে সমালোচকদের মতে, তাঁর শাসনামলে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশেষ করে ১৯৯০-এর দশক ও ২০০০-এর শুরুর দিকে কয়েকটি বই নিষিদ্ধ করার ঘটনা আবার আলোচনায় এসেছে। আরও পড়ুন- Khaleda Zia Death News LIVE Updates: 'ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে তাঁর অবদান অবিস্মরণীয়', খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তায় লিখলেন মোদী তসলিমা নাসরিনের দাবি, ১৯৯৩ সালে ‘লজ্জা’, ২০০২ সালে ‘উতল হাওয়া’, ২০০৩ সালে ‘ক’ এবং ২০০৪ সালে ‘সেই সব অন্ধকার’ বইগুলো নিষিদ্ধ করেছিলেন খালেদা জিয়া। জীবদ্দশায় খালেদা জিয়া এসব বইয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেননি। আরও পড়ুন- Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর এছাড়াও ১৯৯৪ সালে একজন ধর্মনিরপেক্ষ ও মানবতাবাদী লেখকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রসঙ্গও নতুন করে উঠে এসেছে। তসলিমার আরও দাবি, সে সময় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং পরবর্তীতে তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। অভিযোগ রয়েছে, খালেদা জিয়ার শাসনামলে তাঁকে দেশে ফিরতেও দেওয়া হয়নি। আরও পড়ুন- Khaleda Zia: স্বামীর হত্যার পর ক্ষমতার শীর্ষে খালেদা জিয়া, মৃত্যুদিনে ফিরে দেখা তাঁর অবিস্মরণীয় যাত্রা এখন তসলিমার প্রশ্ন, খালেদা জিয়ার মৃত্যুর পর কি সেই নিষেধাজ্ঞাগুলোর অবসান ঘটবে? দীর্ঘ ৩১ বছরের নির্বাসনের অবসান কি ঘটবে সংশ্লিষ্ট তাঁর ক্ষেত্রে? নাকি এক শাসকের সময়ে নেওয়া সিদ্ধান্ত পরবর্তী শাসকরাও বহন করে চলবেন। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির একটি অধ্যায় শেষ হলেও, তাঁর শাসনামলের সিদ্ধান্ত ও তার প্রভাব নিয়ে বিতর্ক ও আলোচনা যে এখনও শেষ হয়নি, তা স্পষ্ট। আরও পড়ুন- Khaleda Zia: খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর নতুন বিতর্ক
‘খুব রেগে গিয়েছি, এটা ঠিক হয়নি’, পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন ‘হামলায়’ক্ষুব্ধ ট্রাম্প
‘রাশিয়ার মিথ্যাচার’ মানছেন না, জানিয়ে দিয়েছেন জেলেনস্কি।
Entertainment Latest Live News Updates: আরিয়ানের গ্রেফতারিতে যা করেছিলেন শাহরুখ...
Entertainment Latest Live News Updates: অনেক অভিনেতা-অভিনেত্রীই তাঁদের জীবনের বিশেষ কোনও মুহূর্তকে ‘শাহরুখ খান মুহূর্ত’ বলে উল্লেখ করেন। তাঁর স্মৃতি আজীবন হৃদয়ে থেকে যায়। তেমনই কিছু অমূল্য স্মৃতি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী গিরিজা ওক, যিনি ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে কাজ করেছিলেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি শুধু সুপারস্টারের পেশাদারিত্ব নয়, তাঁর ব্যক্তিগত জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথাও তুলে ধরেছেন- যখন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
Jalpaiguri: আলো করে এল সে, নতুন বছরের শুরুতেই ডুয়ার্সে খুশির খবর
Dooars: শীত পড়তেই আবার নতুন আশার আলো জাগল।এবার ঘন কুয়াশার আড়ালে দেখা গেলো নতুন প্রাণের সঞ্চার।ছোট্ট ছোট্ট কুটটি পায়ে তার আনাগোনায় জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের আবহ। ময়নাগুড়ি ব্লকে থাকা গরুমারা জাতীয় উদ্যানের রামসাই পর্যটন কেন্দ্রে সম্প্রতি দেখা মিলেল সদ্যজাত গন্ডার শাবকের।
ম্যাচ সংখ্যা জানাতে বলল এএফসি, আইএসএলের বাজেট নিয়ে জোর আলোচনা ফেডারেশনের
যে ক্লাবগুলি ফেডারেশনের শর্তে এই মরশুমে খেলতে চাইবে, তাদের নিয়েই খেলা হবে।
‘সেবাশ্রয়ের ট্যাবলেটে হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ’, বেফাঁস শুভেন্দু, পালটা দিল তৃণমূল
'ভয় পেয়েছে বিজেপি', মন্তব্য তৃণমূলের।
আর নেই ‘পুতুল’! সাতসকালে খালেদার প্রয়াণ সংবাদে মনখারাপ জলপাইগুড়িবাসীর
খালেদার প্রাথমিক স্কুলে স্মরণসভার পরিকল্পনা, জানালেন প্রধান শিক্ষক।
‘গণতন্ত্রের পথিকৃৎ’, গ্রেনেড হামলা ভুলে ‘চিরশত্রু’খালেদার মৃত্যুতে শোকবার্তা হাসিনার
খালেদা জিয়ার পুত্র তারেকের উদ্দেশেও বার্তা হাসিনার।

18 C