১ ফেব্রুয়ারি রাশিফল: ছুটির দিনে কোন রাশির হাতে আসবে টাকা? কার প্রেমে নয়া মোড়?
জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।
কালান্তার ( ০১ ফেব্রুয়ারী ২০২৬ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
Top 5 Sports News, 31 January: একদিকে ভারতের জয়, অন্যদিকে বাংলার! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর
Top 5 Sports News Highlights : শনিবার (৩১ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়লাভ করল গুজরাট জায়ান্টস। অন্যদিকে, রনজি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে ধামাকা পারফরম্য়ান্স করল বাংলা ক্রিকেট দল। এদিকে সন্তোষ ট্রফিতে আবার অসমের বিরুদ্ধে ড্র করল বাংলার ফুটবল দল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। ভারতের জয় শেষ হল ভারত বনাম নিউজিল্যান্ড ৩ ম্য়াচের টি-২০ সিরিজ। এই সিরিজে ভারত ৪-১ ব্যবধানে জয়লাভ করল। সিরিজের শেষ ম্য়াচটি তিরুবনন্তপুরমে খেলা হয়েছিল। এই ম্য়াচে ভারত ৪৬ রানে জয়লাভ করে। ম্য়াচের সেরা নির্বাচিত হন ঈশান কিষান। তিনি এই ম্য়াচে একটি রাজকীয় শতরান (১০৩ রান) উপহার দিলেন। যদিও আর্শদীপ সিংও বল হাতে ৫ উইকেট শিকার করেন। IND vs NZ 5th T20I Highlights: জয় দিয়েই 'খতম' টি-২০ সিরিজ, এবার আত্মবিশ্বাসী ভারত নামবে বিশ্বকাপে বাংলার জয় হরিয়ানাকে আরও একবার নতিস্বীকার করতে বাধ্য করলেন বাংলার তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ। চলতি রনজি ট্রফিতে এলিট গ্রুপ সি'র ম্য়াচে বাংলা ক্রিকেট দল ১৮৮ রানে দুর্দান্ত জয়লাভ করল। তৃতীয় দিন মধ্যাহ্নভোজের আগে পরে তিনটে করে উইকেট শিকার করলেন শাহবাজ। আর সেইসঙ্গে কেরিয়ারের সেরা বোলিং পারফরম্য়ান্সও তিনি করে ফেলেন। এই ম্য়াচে তিনি ৮০ রান দিয়ে মোট ১১ উইকেট শিকার করলেন। Ranji Trophy: শাহবাজ ধামাকায় চুরমার হরিয়ানা, রনজিতে আগুন জয় বাংলার অস্ট্রেলিয়ান ওপেন ২০২৬ কাজ়াকস্তানের এলিনা রিবাকিনা গড়লেন এক নয়া রেকর্ড। বিশ্বের এক নম্বর টেনিস তারকা এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয় করলেন। শনিবার (৩১ জানুয়ারি) ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, রিবাকিনা এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম সিঙ্গলস খেতাব জয় করলেন। Elena Rybakina Wins Australian Open 2026: টেনিস কোর্টের নয়া 'সম্রাজ্ঞী', অস্ট্রেলিয়ান ওপেনে রাজত্ব কাজ়াক সুন্দরীর অস্ট্রেলিয়ার ধাক্কা ২০২৬ টি-২০ বিশ্বকাপের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের স্কোয়াড ঘোষণা করল। ইতিপূর্বে একটি প্রাথমিক দল ঘোষণা করেছিল বোর্ড। সেখানে প্যাট কামিন্সকে রাখা হলেও, এবার তাঁকে মূল স্কোয়াড থেকে বাদ দেওয়া হল। আশা করা হয়েছিল, পিঠের নীচে (ল্যাম্বর স্ট্রেস ইনজুরি) ওই চোটটি বিশ্বকাপের আগেই সেরে যাবে। সেক্ষেত্রে এই মেগা টুর্নামেন্ট খেলতেও কোনও বাধা থাকবে না। কিন্তু, সেই স্বপ্নপূরণ হল না। Pat Cummins, T20I World Cup 2026: বিশ্বকাপের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া, ছিটকে গেলেন দলের তারকা ক্রিকেটার জেরিকে নিয়ে আত্মবিশ্বাসী অস্কার আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের জন্য ইস্টবেঙ্গল এফসি ভারতীয় উইঙ্গার জেরি মাউইহমিংথাঙ্গাকে সই করাল। শনিবার (৩১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের হেড কোচ অস্কার ব্রুজ়োঁ বললেন, 'ভারতীয় ফুটবলে জেরি তাঁর প্রতিভার প্রতি ইতিমধ্যে সুবিচার করেছে। নিজের গতি দিয়ে যে কোনও সময় ম্য়াচের রং বদলে দিতে পারে।' East Bengal FC Transfer News: জেরিকে সই করাতেই 'হুঙ্কার' অস্কারের, বললেন - ম্য়াচের রং বদলে দেবে! আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।
এপস্টেইন ফাইলে মোদির নাম! রিপোর্ট সামনে আসতেই মুখ খুলল নয়াদিল্লি
ডোনাল্ড ট্রাম্প, বিল গেটসের সঙ্গেই এবার এপস্টেইন ফাইলে নাম জড়াল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির! মার্কিন বিচারবিভাগের তরফে সদ্য প্রকাশিত সেই রিপোর্ট সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
Ranji Trophy: শাহবাজ ধামাকায় চুরমার হরিয়ানা, রনজিতে আগুন জয় বাংলার
Ranji Trophy 2025-26: হরিয়ানাকে আরও একবার নতিস্বীকার করতে বাধ্য করলেন বাংলার (Bengal Cricket Team) তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। চলতি রনজি ট্রফিতে এলিট গ্রুপ সি'র ম্য়াচে বাংলা ক্রিকেট দল ১৮৮ রানে দুর্দান্ত জয়লাভ করল। রোহতাকের চৌধুরি বংশীলাল স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচটি মাত্র ৩ দিনের মধ্যে নিজেদের পকেটে পুরে ফেলল লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। আরও পড়ুন: Bengal Cricket Team: আগুন বোলিং বঙ্গ ব্রিগেডের, ভয়ে থরথরিয়ে কাঁপছে হরিয়ানা তৃতীয় দিন মধ্যাহ্নভোজের আগে পরে তিনটে করে উইকেট শিকার করলেন শাহবাজ। আর সেইসঙ্গে কেরিয়ারের সেরা বোলিং পারফরম্য়ান্সও তিনি করে ফেলেন। এই ম্য়াচে তিনি ৮০ রান দিয়ে মোট ১১ উইকেট শিকার করলেন। প্রথম ইনিংসে হরিয়ানা ১০০ রানে অলআউট হয়েছিল। আর দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৫ রানে অলআউট হয়ে যায়। আরও পড়ুন: Bengal Cricket Team: মাত্র ৯.৩ ওভারেই শেষ ম্য়াচ, বিজয় হাজারেতে আগুন পারফরম্য়ান্স বাংলার যদিও দ্বিতীয় ইনিংসের শুরুটা বেশ ভালই করেছিল হরিয়ানা। অঙ্কিত কুমার (২৫) এবং যুবরাজ (২৫) টিম ওপেন করতে নেমে মাত্র ৮ ওভারের মধ্যে ৪৪ রান করে ফেলেন। কিন্তু, যুবরাজ আউট হতেই গোটা ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দ্বিতীয় ইনিংসে হরিয়ানার ৫ ব্যাটার তো রানের খাতাই খুলতে পারলেন না। শাহবাজ আহমেদের ৬ উইকেট ছাড়াও জোড়া ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন মুকেশ কুমার। এছাড়া একটি করে উইকেট নেমে আকাশ দীপ এবং বিকাশ সিং। আরও পড়ুন: Bengal Cricket Team: ধাক্কা খেল 'বেলাইন' রেল, 'শাহ'বাজিতে দাপুটে জয় বাংলার প্রথম ইনিংসেও দেখা গিয়েছিল বঙ্গ বোলারদের দাপট এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই ম্য়াচের প্রথম ইনিংসেও বাংলার বোলিং দাপট ছিল চোখে পড়ার মতো। শুক্রবার হরিয়ানার ব্যাটিং শুরু হতে না হতেই তা শেষ হয়ে গেল। দলের তিনজন ব্যাটার তো রানের খাতাই খুলতে পারলেন না। সর্বাধিক ২৯ রান করেন হরিয়ানার ওপেনার যুবরাজ সিং। এছাড়া ২৩ রান করলেন হিমাংশু রানা। বাংলার পেসারদের দাপটে হরিয়ানার মোট ৮ ব্যাটার দুই অঙ্কের রান পর্যন্ত স্পর্শ করতে পারলেন না। ফলে বঙ্গ বোলিং ব্রিগেড কতটা আগুন পারফরম্য়ান্স করেছিলেন, তা সহজেই অনুমেয়। আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ দুজনেই পাঁচটি করে উইকেট শিকার করেছেন। যদিও মুকেশ কুমার কোনও উইকেট শিকার করতে পারেননি। আর সেকারণে হরিয়ানা মাত্র ১০০ রানেই 'বান্ডিল' হয়ে যায়। আরও পড়ুন: Mohammed Shami in Ranji Trophy: রনজি'তে আগুন পারফরম্য়ান্স শামির, যোগ্য জবাব গম্ভীর-আগরকরদের! এই ধামাকাদার জয়ের পর বাংলার ঝুলিতে ৭ ম্য়াচে মোট ৩৬ পয়েন্ট এল। সেইসঙ্গে তারা গ্রুপ শীর্ষে নিজেদের রাজত্ব কায়েম রাখল। তার থেকেও বড় কথা, পরবর্তী রাউন্ডে হেসেখেলে পৌঁছে গেল তারা। এবার হরিয়ানা, উত্তরাখণ্ড ও সার্ভিসেসের মধ্যে যে কোনও একটি দল কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে। এই জয় বাংলার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।
India vs New Zealand |কিউয়িদের গুঁড়িয়ে সিরিজ জয় ভারতের, তবে বিশ্বকাপের আগে ভাবাচ্ছে ‘দুর্বল বোলিং’!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে বিশ্বকাপের মহড়াটা জয় দিয়েই শেষ করল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৪৬ রানে জিতে সিরিজ দখল করল মেন ইন ব্লুজ। রানের নিরিখে জয় বড় মনে হলেও, ফিন অ্যালেনদের পালটা মারে এক সময় বেশ চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। রানের পাহাড় ও কিউয়ি চ্যালেঞ্জ টসে জিতে […] The post India vs New Zealand | কিউয়িদের গুঁড়িয়ে সিরিজ জয় ভারতের, তবে বিশ্বকাপের আগে ভাবাচ্ছে ‘দুর্বল বোলিং’! appeared first on Uttarbanga Sambad .
মানসিক নির্যাতনের জেরে ‘পরশুরাম’ছেড়েছিল ‘লাট্টু’, এবার এই চরিত্রে কাকে দেখা যাবে?
অভিনবের পরিবারের তরফে একটি পোস্টের মাধ্যমে জানানো হয় যে, শুটিং ফ্লোরে তার উপর ক্রমাগত মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল।
বিধ্বংসী ঈশানে কিউয়িদের বিরুদ্ধে শেষ ম্যাচেও জয় ভারতের, বিশ্বকাপের আগে চিন্তার নাম বোলিং বিভ্রাট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তীর পারফরম্যান্স কিন্তু কোচ গৌতম গম্ভীরের কপালে ভাঁজ ফেলতে বাধ্য। গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপে যে বোলিং প্রতিটা ম্যাচের রং বদলে দিয়েছিল, সেটাই যেন এবার সবচেয়ে চিন্তার নাম হতে চলেছে।
রুশ মহিলাদের সঙ্গে সঙ্গমে যৌনরোগে আক্রান্ত হন! এপস্টিন ফাইলে প্রকাশ্যে বিল গেটসের কেচ্ছা
এপস্টিন সংক্রান্ত ৩৫ লক্ষ পাতার একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এ ছাড়াও প্রকাশ করা হয়েছে অন্তত দু’হাজারটি ভিডিও এবং ১ লক্ষ ৮০ হাজার ছবি। যার ছত্রে ছত্রে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, এলন মাস্ক, বিল গেটসের মতো ধনকুবেরদের কেচ্ছা।
ভোটের আগে ফের রাজ্য পুলিশে রদবদল, মুর্শিদাবাদের এসপি-সহ রাজ্য পুলিশের ২৭ আইপিএস বদলি
তাৎপর্যপূর্ণভাবে আজ শনিবারই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এর মধ্যেই বদল করা হল মুর্শিদাবাদের জেলার পুলিশ সুপারকে।
কালেভদ্রে কাঁসা-পিতলের বাসন ব্যবহার? বাড়িতে এই জিনিসগুলি থাকলে একনিমেষেই হবে ঝকঝকে
সময়ের সঙ্গে সঙ্গে ভোল পালটেছে রান্নাঘরের। আর তার সঙ্গেই পালটে গিয়েছে রান্নাঘরে ব্যবহৃত নানা বাসনপত্রও।
Recipe |কচুরি-ঘুগনি তো অনেক হল, শীতের শেষে পাতে পড়ুক ‘মটর নিমোনা’
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের বিদায়বেলায় বাজারে এখনও সবুজ কড়াইশুঁটির দেখা মিলছে। বঙ্গে কড়াইশুঁটি মানেই গরম গরম কচুরি আর আলুরদম। তবে একঘেয়েমি কাটাতে এবার ট্রাই করতে পারেন উত্তরপ্রদেশ ও বিহারের অত্যন্ত জনপ্রিয় পদ ‘মটর কা নিমোনা’। দেখতে অনেকটা ঘুগনির মতো হলেও স্বাদে এটি অনন্য। রবিবারের দুপুরে গরম ভাতের সঙ্গে এই ঝাল ঝাল নিমোনা রসনা তৃপ্তিতে […] The post Recipe | কচুরি-ঘুগনি তো অনেক হল, শীতের শেষে পাতে পড়ুক ‘মটর নিমোনা’ appeared first on Uttarbanga Sambad .
Abhinav Kashyap |আইনি প্যাঁচে ‘দবং’ পরিচালক! সলমনের কাছে ক্ষমা ও মোটা টাকা জরিমানার নির্দেশ আদালতের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ধরে সলমন খান এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ‘কুমন্তব্য’ করার মাশুল দিতে হচ্ছে পরিচালক অভিনব কাশ্যপকে। মুম্বই আদালত সম্প্রতি এক নির্দেশে অভিনবকে সলমন ও তাঁর পরিবারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, মানহানির কারণে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও জারি করা হয়েছে। অভিযোগের প্রেক্ষাপট […] The post Abhinav Kashyap | আইনি প্যাঁচে ‘দবং’ পরিচালক! সলমনের কাছে ক্ষমা ও মোটা টাকা জরিমানার নির্দেশ আদালতের appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পায়ের চামড়ার নীচে আঁকাবাঁকা শিরার ফুলে ওঠা সমস্যার নামই ভেরিকোজ ভেইন (Varicose Veins)। দীর্ঘসময় দাঁড়িয়ে বা বসে থাকলে, অতিরিক্ত ওজন হলে বা পরিবারে কারও থাকলে এমন সমস্যা হতে পারে। রোগটা বুঝবেন কী করে, চিকিৎসাই বা কী – জানালেন বেঙ্গালুরুর নারায়ণা হেলথ সিটির ভাসকুলার ও এন্ডোভাসকুলার সার্জন ডাঃ প্রসেনজিৎ সূত্রধর। হার্ট থেকে […] The post Varicose Veins | ভেরিকোজ ভেনস appeared first on Uttarbanga Sambad .
ভারতে বিনিয়োগ কমার নেপথ্যেও বিভাজনের রাজনীতি! অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক
নোবেলজয়ীর মতে, আসল ইস্যুগুলো তুলে ধরতে পারে একমাত্র সংবাদমাধ্যম। তবে সম্প্রতি তাদের স্বাধীনতায় কোপ পড়ছে।
Australian Open 2026 : কাজ়াকস্তানের এলিনা রিবাকিনা (Elena Rybakina) গড়লেন এক নয়া রেকর্ড। বিশ্বের এক নম্বর টেনিস তারকা এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয় করলেন। শনিবার (৩১ জানুয়ারি) ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, রিবাকিনা এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম সিঙ্গলস খেতাব জয় করলেন। মেলবোর্নে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রিবাকিনা ৬-৪, ৪-৬, ৬-৪ ব্যবধানে জয়লাভ করলেন। আরও পড়ুন: Novak Djokovic News: জোকোভিচের মাথায় 'ঈশ্বরের হাত'! চমকে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনে প্রতিশোধ নিলেন রিবাকিনা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে এই সাবালেঙ্কার কাছে হেরেই খেতাব হাতছাড়া করেছিলেন রিবাকিনা। সেই হারের বদলা তিন বছর পর নিলেন এই কাজ়াক টেনিস সুন্দরী। এই ম্যাচে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। অবশেষে ৬-৪, ৪-৬, ৬-৪ ব্যবধানে সাবালেঙ্কা এই ম্য়াচটি হাতছাড়া করেন। ২০২৩ এবং ২০২৪ সালে সাবালেঙ্কা লাগাতার অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয় করেন। আর এবার অস্ট্রেলিয়ান ওপেনের টানা ২ ফাইনাল তিনি হেরে গেলেন। ২০২৫ সালে আয়োজিত ফাইনাল ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজ ৬-৩, ২-৬ এবং ৭-৫ ব্যবধানে জয়লাভ করেছিলেন। আরও পড়ুন: Roger Federer Net Worth: ব্যাঙ্ক ব্যালান্স যেন 'সাত রাজার ধন', রাজা রজারের মোট সম্পত্তির পরিমাণ কত? প্রথম সেটে রিবাকিনার জয় রিবাকিনা প্রথম সেটেই সাবালেঙ্কা সার্ভিস ব্রেক করে ব্যবধান বাড়াতে শুরু করেন। নিজের সলিড সার্ভিসে ক্রমশ দুরত্ব বাড়াতে থাকেন। সাবালেঙ্কা বেশ কয়েকটি শক্তিশালী সার্ভিস করে এই ম্য়াচে ফিরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু, কাজ়াখ তারকা চাপের মুখেও শান্ত থাকেন। একটি সিঙ্গল ব্রেকই নির্ণায়ক হয়ে ওঠেয। কারণ রিবাকিনা এই সেটে ৬-৪ ব্যবধানে জয়লাভ করে। ফাইনাল ম্য়াচে শুরুটা বেশ নিয়ন্ত্রণাধীন করেন। আরও পড়ুন: French Open 2019: সিটি অফ লাভে নেই রুশ সুন্দরী দ্বিতীয় সেটে কামব্যাক করলেন সাবালেঙ্কা দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। দুই খেলোয়াড়ই নিজেদের অংশের সার্ভিস বাঁচিয়ে রাখলেন। যদিও শেষদিকে সাবালেঙ্কা সুযোগ পাননি। বেসলাইন থেকে তিনি ধৈর্য্য এবং শক্তির পরিচয় দেন। বিশ্বের এক নম্বর টেনিস তারকা একটি গুরুত্বপূর্ণ ব্রেক হাসিল করে ৬-৪ ব্যবধানে এই সেট জিতে নেন। সেইসঙ্গে এই ম্য়াচে সমতা ফিরে আসে। সেইসঙ্গে ম্যাচের মোমেন্টামও তাঁর দিকে চলে যায়। আরও পড়ুন: Novak Djokovic: উইম্বলডন হারতেই হৃদয় চুরমার জোকোভিচের! অবসর নিয়ে করলেন বড় মন্তব্য তৃতীয় সেট এবং ম্য়াচ রিবাকিনার পকেটে ফাইনাল সেটে রিবাকিনা নিজেকে সামলালেন। প্রথমেই তিনি ব্রেক এক্সচেঞ্জ করলেন। সাবালেঙ্কার সামান্য দুর্বলতার ফায়দা তুললেন তিনি। আত্মবিশ্বাসে ভরপুর শটে তিনি ৪-৩ ব্যবধানে এগিয়ে যান। এরপর ব্যবধান বাড়ান ৫-৩। কিন্তু, সাবালেঙ্কা শেষপর্যন্ত পরাজয় স্বীকার করেননি। রিবাকিনা মাথা ঠাণ্ডা রাখেন। ৫-৪ ব্যবধানে দাঁড়িয়ে সার্ভিস ব্রেক করেন এবং ৬-৪ ব্যবধানে জয়লাভ করেন।
Darjeeling New SP |এসপি বদল দার্জিলিংয়ে, এই প্রথম কোনও মহিলা আইপিএসের হাতে পাহাড়ি জেলার ভার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার পুলিশ সুপার বদল হল দার্জিলিংয়ে (Darjeeling New SP)। নতুন এসপি হচ্ছেন প্রতীক্ষা ঝাড়খারিয়া। তিনি এর আগে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার ছিলেন। এই প্রথম কোনও মহিলা দার্জিলিংয়ের পুলিশ সুপার হলেন। দার্জিলিংয়ের বর্তমান এসপি প্রবীণ প্রকাশকে ৬ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট করা হচ্ছে। এর সঙ্গে পুলিশের উচ্চপদে আরও একগুচ্ছ রদবদল হয়েছে। শনিবার […] The post Darjeeling New SP | এসপি বদল দার্জিলিংয়ে, এই প্রথম কোনও মহিলা আইপিএসের হাতে পাহাড়ি জেলার ভার appeared first on Uttarbanga Sambad .
হলিউড অভিনেত্রীর গলায় মমতাজের ‘তাজমহল নেকলেস’! ‘লুটের মাল ফেরত দিন’, ধেয়ে এল তীব্র কটাক্ষ
মুঘলদের ঐতিহ্যবাহী গয়না জ্বলজ্বল করছে হলিউড অভিনেত্রীর গলায়, ছবি ভাইরাল হতেই কটাক্ষবাণে বিঁধলেন ভারতীয়ররা
‘রাস্তাই পুলিশের অফিস’, দায়িত্ব নিয়েই আধিকারিকদের প্রাথমিক পাঠ দিলেন নয়া পুলিশ কমিশনার
সদ্য অবসর নিয়েছেন আইপিএস রাজীব কুমার। তাঁর পরবর্তী সময়ে রাজ্য পুলিশের ডিজি কে হবেন, তা নিয়ে টানাপোড়েন চলছিল। তার মাঝেই শুক্রবার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করা হয়।
ফের নজির ভাঙার বাজেট! ৭৫ বছরের ইতিহাস বদলাতে চলেছেন নির্মলা সীতারমণ
অর্থমন্ত্রী হিসাবে শুরু থেকে নজির গড়ে চলেছেন নির্মলা। তাঁর আমলেই চিরাচারিত ব্রিফকেসের বদলে বহি খাতা চালু হয়। তিনিই আবার ডিজিটাল বাজেট চালু করেন।
স্বাধীন বালোচিস্তানের লক্ষ্যে ‘অপারেশন হেরফ’, ভয়ংকর হামলায় মৃত ১০ পাক জওয়ান
বিদ্রোহী শিবিরের তরফে জানানো হয়েছে, বালোচিস্তানের সমস্ত সেনাঘাঁটি, পুলিশ থানা ও সরকারি অফিস তাদের লক্ষ্যে। স্বাধীন বালোচিস্তানের লক্ষ্যে এই অভিযানকে 'অপারেশন হেরফ' নাম দেওয়া হয়েছে।
Amitabh Bachchan: চার কোটি অগ্রিম দিয়েও ছবি হাতছাড়া! অমিতাভকে নিয়ে বড় বিতর্ক সামনে..
Amitabh Bachchan: জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি পেজ ৩ ও ট্র্যাফিক সিগন্যাল-এর প্রযোজক শৈলেন্দ্র সিং, সম্প্রতি বলিউডের অন্দরের এক বিতর্কিত অধ্যায় প্রকাশ্যে এনেছেন। পরিচালক সুজিত সরকার এবং অমিতাভ বচ্চনকে ঘিরে বহু বছর আগের এক প্রযোজনা-সংক্রান্ত দ্বন্দ্বের কথা তুলে ধরেছেন তিনি। শৈলেন্দ্রর দাবি, যে ছবিটি আজ পরিচিত শোবাইট নামে, তার মূল ধারণা ছিল তাঁরই তৈরি, যার প্রাথমিক শিরোনাম ছিল জনি ওয়াকার। সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে শৈলেন্দ্র বলেন, “আমি জনি ওয়াকার নামে ছবির ধারণাটা তৈরি করেছিলাম। আমাদের অফিসেই স্ক্রিপ্ট লেখা হয়। অমিতাভ বচ্চনকে আমরা সেই গল্প শুনিয়েছিলাম, এবং তিনি রাজি হয়েছিলেন জনির চরিত্রে অভিনয় করতে।” তিনি জানান, সুজিত সরকারকে তিনিই প্রথম অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপ করিয়ে দেন এবং জালসায় নিয়ে গিয়ে বৈঠকও করান। Sayak Chakraborty: রেস্তরাঁর ভুল না কি ধর্মীয় আঘাত? সায়ক চক্রবর্তীর ঘটনায় গ্রেপ্তার এক কর্মী শৈলেন্দ্রর বক্তব্য অনুযায়ী, চুক্তি সই হওয়ার পর তিনি অমিতাভ বচ্চনকে চার কোটি টাকা অগ্রিম পারিশ্রমিকও দিয়েছিলেন। কিন্তু এরপরই পরিস্থিতি বদলে যায়। শৈলেন্দ্র বলেন, “হঠাৎ জানতে পারি, মিস্টার বচ্চন চান, ছবিটি তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা এবি কর্পোরেশনের অধীনে তৈরি হোক। আমি স্পষ্ট বলেছিলাম, আমি প্রযোজক, আমি শুধু তাঁকে অভিনেতা হিসেবে চাই। তিনি দাবি করেন, ছবির স্বত্ব ছাড়তে অস্বীকার করায়, ধীরে ধীরে তাঁকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়। “এরপর আমি সুজিত সরকারকেও হারালাম। সেই সময় থেকেই উনি অমিতাভ বচ্চনের সব বিজ্ঞাপন পরিচালনা করতে শুরু করেন। ছবিটা শেষমেশ ইউটিভি ব্যানারে তৈরি হয়, নাম হয় শোবাইট। কিন্তু আজও সেই ছবি মুক্তি পায়নি,” আক্ষেপ শৈলেন্দ্রর। Sayak Chakraborty: 'মুসলমানকে শুয়োরের মাংস খাওয়ানো হলে?' সায়কের পাশে রুদ্র, রেগে কাঁই রাহুল তিনি জানান, এই ঘটনার জেরে ইউটিভির বিরুদ্ধে আইনি মামলা দায়ের করা হয়, যা এখনও চলমান। এমনকি একবার বিমানে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হলে তিনি বিষয়টি জানতে চান। “উনি কিছু বললেন না। শুধু হাসলেন। ওঁর মর্যাদা এমনই- উনি কিছু বলতে পারেননি।” শুধু এই ঘটনাই নয়, আরেকটি বড় সিদ্ধান্তের কথাও স্মরণ করেন তিনি। সঞ্জয় লীলা বনসালির দেবদাস প্রযোজনায় যুক্ত হতে চলেছিলেন শৈলেন্দ্র। এমনকি ১১ লক্ষ টাকা অগ্রিমও দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সরে আসেন ডেভিড ধাওয়ানের পরামর্শে। “ডেভিড আমাকে বলেছিলেন- এত বড় ছবি প্রযোজনা করা ঠিক হবে না। আমি ওঁর কথা মেনে রাতারাতি সরে যাই। আজ বুঝি, হয়তো সিদ্ধান্তটা ভুল ছিল,” স্বীকার করেন তিনি। এই স্বীকারোক্তির মধ্য দিয়ে বলিউডের অন্দরমহলের ক্ষমতার সমীকরণ, সম্পর্কের টানাপোড়েন এবং হারিয়ে যাওয়া সুযোগের এক জটিল ছবি উঠে এসেছে শৈলেন্দ্র সিংয়ের কথায়।
Saturday Shani Remedies: শনির দোষে অতিষ্ঠ জীবন? বড়ঠাকুরের কৃপা পেতে শনিবার করুন এই সহজ প্রতিকার!
Saturday Shani Remedies: জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে অত্যন্ত শক্তিশালী ও ন্যায়ের প্রতীক গ্রহ হিসেবে ধরা হয়। তিনি মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন, তাই তাঁকে কর্মফলের দেবতাও বলা হয়। কুণ্ডলীতে শনির অবস্থান দুর্বল হলে বা সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব শুরু হলে জীবনে নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয়। কাজ আটকে যাওয়া, আর্থিক টানাপোড়েন, মানসিক চাপ, সম্পর্কের টানাপোড়েন—সবকিছু একসঙ্গে এসে জীবনকে ক্লান্ত করে তোলে। এই সময় শনিবার বিশেষ কিছু নিয়ম মেনে চললে শনির অশুভ প্রভাব অনেকটাই কমে বলে বিশ্বাস করা হয়। অত্যন্ত ফলদায়ক শনিবার শনিদেবের পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এই দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কালো বা নীল রঙের পোশাক পরা শুভ। শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালালে শনিদেব প্রসন্ন হন বলে বিশ্বাস রয়েছে। 'ওঁ শং শনৈশ্চরায় নমঃ' মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। নিয়মিত এই পুজো করলে ধীরে ধীরে জীবনের বাধা কাটতে শুরু করে। শনিবার দানের গুরুত্ব অত্যন্ত বেশি। শনি দেবতা দরিদ্র, শ্রমজীবী ও অবহেলিত মানুষকে দান করলে খুশি হন বলেই বিশ্বাস। তাই এই দিনে কালো তিল, কালো ছোলা, লোহা, কম্বল, জুতো বা সর্ষের তেল দান করলে শনির কৃপা লাভ হয়। দান করার সময় মনে অহংকার না রেখে আন্তরিকতা রাখা অত্যন্ত জরুরি। এই অভ্যাস কর্মক্ষেত্রের সমস্যা কমাতে এবং আর্থিক স্থিতি ফিরিয়ে আনতে সহায়ক বলে বিশ্বাস করা হয়। আরও পড়ুন- ফেব্রুয়ারি ১, রবিবার মাঘী পূর্ণিমা, কোন কাজ করলে কাটে বিয়ে এবং চাকরির বাধা? শনিবার উপোস বা সংযম পালন করাও শনির প্রতিকার হিসেবে প্রচলিত। অনেকেই এই দিনে একবেলা আহার করেন অথবা সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করেন। উপোস মানে শুধু না খাওয়া নয়, নিজের আচরণেও সংযম রাখা। মিথ্যা বলা, অন্যায় করা, কাউকে কষ্ট দেওয়া—এই সব কিছু থেকে দূরে থাকলে শনির অশুভ প্রভাব কমে। কারণ শনি দেবতা শৃঙ্খলা, ন্যায় ও ধৈর্যের প্রতীক। আরও পড়ুন- মাঘী পূর্ণিমায় গঙ্গাস্নানে পুণ্য অর্জন নিশ্চিত, কবে পড়ছে এই বিশেষ তিথি, স্নানের শুভ সময়? অশ্বত্থ বা বট গাছের সঙ্গে শনির গভীর সম্পর্ক রয়েছে বলে শাস্ত্রে উল্লেখ আছে। শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো একটি পরিচিত প্রতিকার। এতে শনিদেবের পাশাপাশি বজরংবলীর আশীর্বাদও পাওয়া যায় বলে বিশ্বাস। নিয়মিত এই প্রতিকার করলে ভয়, বাধা ও ঋণসংক্রান্ত সমস্যা ধীরে ধীরে হ্রাস পায়। আরও পড়ুন- স্নানের জলে এই জিনিসগুলো ১ চিমটি মেশান, দূর হবে গ্রহের কুপ্রভাব, সৌভাগ্য মুঠোবন্দি বজরংবলীর আরাধনাও শনির দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার একটি শক্তিশালী উপায়। হনুমানজিকে শনিদেব সম্মান করেন বলেই শাস্ত্রে উল্লেখ আছে। শনিবার হনুমান চালিসা পাঠ করলে সাহস বৃদ্ধি পায় এবং নেগেটিভ শক্তির প্রভাব কমে। অনেকেই এই দিনে লাল ফুল ও সিঁদুর দিয়ে হনুমানজির পুজো করেন, যা মানসিক দৃঢ়তা বাড়াতে সহায়ক। আরও পড়ুন- নতুন বছরে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কবে, প্রথম গ্রহণ কখন, ভারত থেকে দেখা যাবে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সমস্ত প্রতিকার করার পাশাপাশি নিজের কর্ম ও আচরণ শুদ্ধ রাখা। শনি দেবতা কেবল আচার নয়, কর্মকেও বিচার করেন। সততা, পরিশ্রম ও ধৈর্য বজায় রাখলে শনির কৃপা সহজেই পাওয়া যায় বলে বিশ্বাস। শনিবারের এই ছোট নিয়মগুলো মেনে চললে জীবনে ধীরে স্থিতি ও শান্তি ফিরে আসতে পারে।
India vs New Zealand |কিউয়ি বধে কিষান-গর্জন: বিধ্বংসী শতরানে বিশ্বকাপের দাবি জোরালো করলেন ঈশান!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সমালোচকদের মুখ বন্ধ করার সেরা অস্ত্র যে ব্যাট, তা আরও একবার প্রমাণ করলেন ঈশান কিষান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে যখন দলের প্রয়োজন ছিল এক বিধ্বংসী শুরু, ঠিক তখনই জ্বলে উঠলেন তিনি। মাত্র ৪২ বলে শতরান পূর্ণ করে ভারতীয় ক্রিকেটের নির্বাচকদের কড়া বার্তা দিলেন এই তরুণ তুর্কি। ঝড়ের নাম ঈশান এদিন […] The post India vs New Zealand | কিউয়ি বধে কিষান-গর্জন: বিধ্বংসী শতরানে বিশ্বকাপের দাবি জোরালো করলেন ঈশান! appeared first on Uttarbanga Sambad .
অন্ধকারে আরটিআই-এর ভবিষ্যৎ, জনগণের প্রতি দায়বদ্ধতা এড়াতে চায় সরকার?
২০২৫-’২৬ সালের আর্থিক সমীক্ষা রিপোর্ট আশাবাদী, দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে। তবে সংশয়ী ‘আরটিআই’-এর সবল ভবিষ্যৎ নিয়ে।
Malbazar |রইল পড়ে নৌসেনার নিয়োগপত্র, যোগদানের আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিভে গেল তরতাজা প্রাণ
মালবাজার: হাতে ছিল ভারতীয় নৌসেনার নিয়োগপত্র (Indian Navy)। কয়েকদিন পরেই দেশসেবার ব্রত নিয়ে বেরিয়ে পড়ার কথা ছিল ২৩ বছরের তরুণ পারিজাত প্রসূন দে-র। কিন্তু এক নিমেষে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল ঘাতক গাড়ির চাকায়। শনিবার মালবাজার (Malbazar) থানার অন্তর্গত ডামডিম সংলগ্ন ধারি ঝোড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই তরুণ। স্থানীয় ও পুলিশ […] The post Malbazar | রইল পড়ে নৌসেনার নিয়োগপত্র, যোগদানের আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিভে গেল তরতাজা প্রাণ appeared first on Uttarbanga Sambad .
East Bengal FC Transfer News: জেরিকে সই করাতেই 'হুঙ্কার' অস্কারের, বললেন - ম্য়াচের রং বদলে দেবে!
East Bengal FC: আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2025-26) জন্য ইস্টবেঙ্গল এফসি ভারতীয় উইঙ্গার জেরি মাউইহমিংথাঙ্গাকে (Jerry Mawihmingthanga) সই করাল। শনিবার (৩১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। ২০১৬ সালে ডিএসকে শিবাজিয়ান্সের হয়ে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন জেরি। এরপর ওই একই বছর তিনি নর্থ-ইস্ট ইউনাইটেড ক্লাবে (লোনে) যোগ দেন। এরপর জামশেদপুর এফসি-র হয়েও খেলেন বছর দুয়েক। East Bengal FC New Footballer: এবার 'খেলা হবে', ইস্টবেঙ্গলে যোগ দিলেন তারকা ফুটবলার অবশেষে ২০১৯ সালে তিনি ওড়িশা এফসিতে যোগ দেন। বাংলার এই প্রতিবেশী রাজ্যে তিনি টানা ৬ মরশুম কাটিয়ে দেন। ২০২৩ সালে ওড়িশাকে প্রথমবার এআইএফএফ সুপার কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। আইএসএল টুর্নামেন্টে জেরি মোট ১৪১ ম্য়াচ খেলেন। ইতিমধ্যে তিনি ১৮ গোল করার পাশাপাশি ২২ গোলে অ্যাসিস্টও করেছেন। East Bengal FC Latest News: ইস্টবেঙ্গলের এই ফুটবলারকে নিতে চায়নি বাংলাদেশের ক্লাবও! কেন এলেন অস্কারের নজরে? খুশি লাল-হলুদ ব্রিগেড শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে এই ক্লাবের হেড অফ ফুটবল থাংবোই সিংটো বলেন, 'আইএসএল টুর্নামেন্টে জেরি মাউইহমিংথাঙ্গা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন। ওকে এই দলে নেওয়ার পর ভারতীয় ফুটবলারদের শক্তি অনেকটাই বাড়ল। পাশাপাশি বিস্তীর্ণ ক্ষেত্রে আমাদের হাতে বিকল্প আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। আমরা ইস্টবেঙ্গল পরিবারে ওকে স্বাগত জানাই। লাল-হলুদ জার্সিতে ওর অবদানের দিকে আমরা তাকিয়ে রয়েছি।' East Bengal FC: আজকের দিনেই 'ইতিহাস' গড়েছিল ইস্টবেঙ্গল, মনে আছে সেকথা? ইতিপূর্বে জেরি টিম ইন্ডিয়ার হয়ে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ ফুটবলও খেলেছেন। গত শুক্রবারই ওড়িশা এফসি-র পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। East Bengal FC New Footballer: মশাল ব্রিগেডে এবার 'আগুন' স্প্যানিশ স্ট্রাইকার! ২০২৬-য়ে ইস্টবেঙ্গলের ট্রফির খরা কী কাটতে চলেছে? অন্যদিকে, ইস্টবেঙ্গল ক্লাবের হেড কোচ অস্কার ব্রুজ়োঁ (Oscar Bruzon) বললেন, 'ভারতীয় ফুটবলে জেরি তাঁর প্রতিভার প্রতি ইতিমধ্যে সুবিচার করেছে। নিজের গতি দিয়ে যে কোনও সময় ম্য়াচের রং বদলে দিতে পারে। আমরা এবার এমন একটা দল গঠন করছি, যেখানে তারকা ফুটবলারদের পাশাপাশি একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে। আর এই পরিকল্পনায় জেরি একেবারেই উপযুক্ত একজন ফুটবলার।'
‘আমি দুঃখিত, অনুতপ্ত’, ‘ভাগীরথী’মন্তব্যের জন্য হিন্দুদের কাছে ক্ষমা চাইলেন হুমায়ুন
শনিবার বেলডাঙায় জনতা উন্নয়নের পার্টির মহাসমাবেশ থেকে হুমায়ুন দাবি করলেন, অধীর চৌধুরীকে হারাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বিতর্কিত কথা বলেছিলেন।
ঈশান ঝড়ে লণ্ডভণ্ড কিউয়ি বোলিং, ঝোড়ো সেঞ্চুরিতে বিশ্বকাপের প্রথম একাদশেও জায়গা পাকা!
মাত্র ৪২ বলে সেঞ্চুরি হাঁকালেন ঈশান। আর সেখানে ফের ব্যর্থ সঞ্জু স্যামসন।
Harishchandrapur |শুনানি কেন্দ্রে হামাগুড়ি, বৃদ্ধকে ‘চ্যাংদোলা’ করে কোলে তুলে নিলেন মন্ত্রী!
হরিশ্চন্দ্রপুর: নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুনানিকে কেন্দ্র করে ফের চরম হেনস্থার অভিযোগ উঠল। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক চত্বরে দেখা গেল এই দৃশ্য। নথির অসঙ্গতি মেটাতে তলব করা হয়েছিল ৭৫ বছর বয়সী চলৎশক্তিহীন বৃদ্ধ আব্দুর রহিমকে। নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, কিন্তু কমিশনের নির্দেশ তো অমান্য করা যায় না! তাই তাল বাংরুয়া গ্রাম থেকে […] The post Harishchandrapur | শুনানি কেন্দ্রে হামাগুড়ি, বৃদ্ধকে ‘চ্যাংদোলা’ করে কোলে তুলে নিলেন মন্ত্রী! appeared first on Uttarbanga Sambad .
আকাশ থেকে পড়ল রহস্যময় সাদা বাক্স! জ্বলছে আলো, আতঙ্কে কাঁটা নদিয়ার মানিকনগর
স্থানীয়দের দাবি, রহস্যময় ওই বাক্সটি নাকি আকাশ থেকে পড়েছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো ভিড় জমে যায় এলাকায়।
নিয়ম ভেঙে মাইক্রো অবজার্ভার নিয়োগ! দিল্লিযাত্রার আগে জ্ঞানেশকে চিঠি, কমিশনের উপর চাপবৃদ্ধি মমতার
রবিবার বিকেলে দিল্লি রওনা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ২ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা হওয়ার কথা তাঁর।
প্রয়াত ইলিয়াস পাশার পরিবারকে আর্থিক সাহায্য ইস্টবেঙ্গলের, মানবিক উদ্যোগে মাঠে বাইচুং-ব্যারেটো
অন্যদিকেআইএসএল শুরুর দু'সপ্তাহ আগে নতুন ফুটবলার সই করাল ইস্টবেঙ্গল। ওড়িশা এফসি'র অভিজ্ঞ জেরি মাওয়াইয়াকে দলে নিল লাল-হলুদ বাহিনী।
অনশন মঞ্চে উঠে সিধো-কানহোকে প্রণাম, তৃণমূল নেতার মোবাইল হাতসাফাই করে পগার পার যুবক!
আজব কাণ্ড। অনশন মঞ্চে উঠে সিধো-কানহোর প্রতিকৃতিতে প্রণাম করে নেতার মোবাইল ফোন নিয়ে এক ছুট যুবকের! কেউ কিছু বুঝে ওঠার আগেই কার্যত পগাড়পার সে।
রবিতে বাজেট পেশ মোদি সরকারের, সম্ভাবনাময় এই সেক্টর ও শেয়ারগুলিতে থাকবে বাড়তি নজর
বাজেট মানেই শেয়ার বাজার ও একাধিক সেক্টরে লক্ষ্মীলাভ। এবারের বাজেটে কোন কোন ক্ষেত্রে জোয়ার আসতে চলেছে তার আভাস দিল বিখ্যাত ব্রোকারেজ সংস্থা মোতিলাল ওসওয়াল।
মাধ্যমিকের দিনগুলোয় রাজ্যজুড়ে বিশেষ বাস, সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে চিন্তা শেষ
কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ১৫টি রুটে কুড়িটিরও বেশি বাস চলবে। শনিবার বিজ্ঞপ্তি জারি করে জানাল পরিবহণ দপ্তর।
সঙ্গী কি মাটন-প্রেমী? প্রেমদিবসে এই পদ রেঁধে তাক লাগিয়ে দিন
সঙ্গীর 'মনমোহিনী' হয়েই থাকবেন, কথা দিচ্ছি! ঝটপট জেনে নিন রেসিপি।
Aishwarya Rajesh: ‘আমি তোমার শরীর দেখতে চাই’, যৌন হেনস্থার কথা শেয়ার করলেন ঐশ্বর্য
ঝলমলে পর্দা, ক্যামেরার ফ্ল্যাশ আর সাফল্যের আড়ালের এক ভয়ংকর ঘটনা তুলে ধরলেন অভিনেত্রী ঐশ্বর্য রাজেশ (Aishwarya Rajesh)। অভিনয় দক্ষতা দিয়ে তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি ছবিতে নিজের জায়গা পাকা করেছেন ঐশ্বর্য। সম্প্রতি তিনি একেবারে শুরুর দিকে যৌন হেনস্তার শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করে বিনোদন দুনিয়াকে নাড়িয়ে দিলেন। সম্প্রতি এক পডকাস্টে মুখ খুলে ঐশ্বর্য জানালেন, কয়েক মিনিটের ঘটা একটি ঘটনার স্মৃতি আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়। ঐশ্বর্য জানান, তখন তিনি খুবই কম বয়সী এবং অভিনয় জগতে একেবারেই নতুন। একটি ফটোশুটের জন্য তিনি তাঁর ভাইয়ের সঙ্গে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি দ্রুত অস্বস্তিকর হয়ে ওঠে। অভিনেত্রীর কথায়, ফটোগ্রাফার তাঁর ভাইকে বাইরে বসতে বলেন এবং তাঁকে একা ঘরের ভেতরে ডেকে নেন। এরপর যা ঘটে, তা ছিল চরম আপত্তিকর ও মানসিকভাবে আঘাত দেওয়ার মতো। ঐশ্বর্য বলেন, ফটোগ্রাফার তাঁকে লিঞ্জারি হাতে দিয়ে বলেন, “আমি তোমার শরীর দেখতে চাই।” এই মন্তব্যে তিনি স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েন। পুরো ঘটনাটি তাঁকে ভীষণভাবে বিপর্যস্ত করে তোলে। আরও পড়ুন: আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হিরণ চট্টোপাধ্যায় অভিনেত্রী জানান, সেই সময় তিনি বুঝতেই পারেননি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন। বয়স কম, অভিজ্ঞতার অভাব এবং ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়ার চাপ, সব মিলিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে পরে তিনি সাহস সঞ্চয় করে সেখান থেকে বেরিয়ে আসেন এবং বিষয়টি পরিবারকে জানান। আরও পড়ুন: নীরবতা কথা বলে না সবসময়, বিজয় সেতুপতির ‘গান্ধী টকস’ কেমন হল ? এই অভিজ্ঞতা শেয়ার করে ঐশ্বর্য রাজেশ শুধু নিজের কথাই বলেননি, বরং ইন্ডাস্ট্রির অন্ধকার দিকও সামনে এনেছেন। তাঁর মতে, বহু নতুন অভিনেত্রীই কেরিয়ারের শুরুতে এমন পরিস্থিতির মুখোমুখি হন, কিন্তু অনেকেই ভয় বা লজ্জার কারণে মুখ খোলেন না। আজ একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে ঐশ্বর্য মনে করেন, এই ধরনের ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলা অত্যন্ত জরুরি। এতে একদিকে যেমন অন্যদের সাহস জোগায়, তেমনই ইন্ডাস্ট্রির ভেতরে থাকা খারাপ মানসিকতার বিরুদ্ধেও প্রতিবাদ গড়ে ওঠে। আরও পড়ুন: ‘একই মানসিকতা, একই ব্যক্তিত্ব’, প্রিয়াঙ্কাকে হারানোর দায় বলিউডেরই! শাহরুখের সঙ্গে তুলনা টানলেন শৈলেন্দ্র
এবার আধার অ্যাপে এক ক্লিকেই আপডেট হবে যাবতীয় তথ্য! জেনে নিন পদ্ধতি
নাগরিকদের কাজ সহজ করতে নতুন অ্যাপ নিয়ে হাজির কেন্দ্র। অনলাইনে অনায়াসেই দেখে নেওয়া যাবে কার্ডের আপনার তথ্যে কোনও গন্ডগোল আছে কিনা। থাকলে অনায়াসে এডিটও করে নিতে পারবেন নিজেই।
Grammy Awards Facts: সংগীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নিয়ে অজানা তথ্য, জানলে অবাক হবেন!
আনন্দপুর অগ্নিকাণ্ডের দায় কার? রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সিট গঠন পুলিশের
রবিবার ভোর তিনটে নাগাদ আনন্দপুরের মোমো কারখানা এবং গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আনন্দপুর অগ্নিকাণ্ডের দায় কার? রাজনৈতিক টানাপোড়নের মধ্যেই সিট গঠন পুলিশের
রবিবার ভোর তিনটে নাগাদ আনন্দপুরের মোমো কারখানা এবং গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘লাশের রাজনীতি বিজেপির’, যত বড় শিল্পপতি হোক ছাড় পাবে না, আনন্দপুর কাণ্ডে শাহকে পালটা অভিষেক
বাংলায় সফরে এসে বিজেপির কর্মিসভায় আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে সরব হয়েছেন অমিত শাহ। শুধু তাই নয়, নাজিরবাদের ওই মর্মান্তিক ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার অমিত শাহকে নিশানা করে পালটা মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Malda |জানুয়ারির শেষেই আমের মুকুলে ভরল মালদা, আশায় বুক বাঁধছেন কৃষকরা
হরষিত সিংহ, মালদা: জানুয়ারির শেষে মালদার বাগানে আমের মুকুল (Malda)। মরশুমের কিছুটা হলেও আগে মুকুলের আগমনে খুশি চাষিরা। ইতিমধ্যে কয়েকটি প্রজাতির গাছে আমের মুকুল ফুটে গাছ ভরে গিয়েছে। আবার কিছু প্রজাতির আমের মুকুল কুঁড়ি অবস্থায় রয়েছে। মুকুল আসতেই কৃষকরা শুরু করে দিয়েছেন গাছের পরিচর্যা। ভালো ফলন পেতে এখন থেকেই সঠিক পরিচর্যার দরকার, বলছেন জেলা উদ্যানপালন […] The post Malda | জানুয়ারির শেষেই আমের মুকুলে ভরল মালদা, আশায় বুক বাঁধছেন কৃষকরা appeared first on Uttarbanga Sambad .
‘বিশ্বকাপে খেলব’, নিশ্চিত করেও বিবৃতি মুছে দিল পাকিস্তান বোর্ড, আতান্তরে আইসিসি
কতই রঙ্গ দেখি দুনিয়ায়! বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখতে নতুন নাটক পাকিস্তানের। শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে যেতে কোনও আপত্তি নেই তাদের।
‘কমিউনিস্টরা এর চেয়ে ভালো ছিল’, তৃণমূলকে বিঁধতে গিয়ে ‘শাহী’মন্তব্যে ফের রাম-বাম আঁতাঁত!
তৃণমূল বিরোধিতায় বামেদের একাংশ নিজেদের ভোটে বিজেপির ঝুলি ভরিয়ে দেওয়ার বার্তা দিয়েছিল, তা আর গোপন নয়। ছাব্বিশের ভোটের আগে ফের তা মনে করালেন শাহ?
গ্রেপ্তার অবৈধ অনুপ্রবেশ চক্রের আরও এক পাণ্ডা
অবৈধ অনুপ্রবেশ চক্রের এক ভারতীয় পাণ্ডাকে গ্রেপ্তার করল হবিবপুর থানার পুলিশ। শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত তরুণের নাম রাজু মণ্ডল ওরফে সুজিত চৌধুরী (২৮)। বাড়ি হবিবপুরের আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকায়।
Sayak Chakraborty: রেস্তরাঁর ভুল না কি ধর্মীয় আঘাত? সায়ক চক্রবর্তীর ঘটনায় গ্রেপ্তার এক কর্মী
পার্ক স্ট্রিটের এক নামী রেস্তরাঁয়, শুক্রবার রাতের নৈশভোজ যে এমন তীব্র বিতর্কের জন্ম দেবে, তা হয়তো কল্পনাও করেননি সায়ক চক্রবর্তী। বন্ধুদের সঙ্গে ডিনারে গিয়ে, আচমকাই এক অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হন টেলিপাড়ার এই সেলেব ইনফ্লুয়েন্সার। তাঁর অভিযোগ, পাঁঠার মাংসের স্টেক অর্ডার দেওয়া হলেও, তাঁদের টেবিলে পরিবেশন করা হয় গোমাংসের স্টেক। এই ঘটনার পরপরই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন সায়ক, যার ভিত্তিতে শনিবার ওই রেস্তরাঁর এক ওয়েটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ধারায় কোনও নির্দিষ্ট শ্রেণির ধর্মীয় বিশ্বাসে, ইচ্ছাকৃত আঘাত করার অভিযোগে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং রেস্তরাঁ কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। A R Rahman: ‘মিউজিক ডিরেক্টর না অভিনেতা?’ এ আর রহমানকে কপিলের রসিকতা সায়ক চক্রবর্তী শুক্রবার ও শনিবার টানা দু’টি ফেসবুক লাইভে গোটা ঘটনার বিবরণ দিয়েছিলেন। যদিও বর্তমানে সেই লাইভ ভিডিওগুলি আর পাওয়া যাচ্ছে না। অভিনেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিলেন, সেগুলি একাধিক রিপোর্টের কারণেই রিমুভ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ঘটনার সময় সায়কের সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। তিনজনেই মাটন স্টেক অর্ডার করেছিলেন। সায়কের দাবি, প্রথমে খিদের তাড়নায় তাঁরা বুঝতে পারেননি খাবারে কী পরিবেশন করা হয়েছে। পরে যখন ওয়েটার আরও একটি স্টেকের প্লেট টেবিলে রেখে যান, তখনই বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। সায়ক জানান, তাঁরা একটিই স্টেক অর্ডার করেছিলেন। অথচ টেবিলে দুটি আলাদা স্টেক আসায় প্রশ্ন তুললে ওয়েটার দাবি করেন, একটি মাটন ও একটি বিফ- দুটি স্টেকই নাকি অর্ডার করা হয়েছিল। সেই মুহূর্ত থেকেই বচসা শুরু হয়। সায়কের কথায়, অজান্তে গোমাংস খেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তীব্র প্রতিবাদ জানান। Sayak Chakraborty: 'মুসলমানকে শুয়োরের মাংস খাওয়ানো হলে?' সায়কের পাশে রুদ্র, রেগে কাঁই রাহুল লাইভে তাঁকে বলতে শোনা যায়, তিনি একজন ব্রাহ্মণ এবং তাঁকে না জানিয়ে কীভাবে এমন খাবার পরিবেশন করা হল, তা নিয়ে তিনি ক্ষুব্ধ। কথোপকথনের এক পর্যায়ে ওয়েটারের ধর্মীয় পরিচয় নিয়েও প্রশ্ন ওঠে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। শেষ পর্যন্ত ওয়েটার ভুল স্বীকার করলেও রেস্তরাঁর ভেতরে দীর্ঘ সময় ধরে বচসা চলে বলে অভিযোগ। এই ঘটনার জেরেই থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তার ভিত্তিতেই শনিবার সংশ্লিষ্ট ওয়েটারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে বিষয়টি ঘিরে সমাজমাধ্যম ও টলিপাড়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও মতবিরোধ।
‘মধুর প্রতিশোধে’অস্ট্রেলীয় ওপেনের নতুন ‘রানি’রিবাকিনা, ফাইনালে হতাশার হার সাবালেঙ্কার
রড লেভার এরেনায় ফাইনালে ফেভারিট হিসেবেই নেমেছিলেন সাবালেঙ্কা। এমনকী মুখোমুখি সাক্ষাতেও শীর্ষবাছাই টেনিস তারকাই এগিয়ে ছিলেন। কিন্তু এবার রিবাকিনা প্রতিশোধ নিলেন। ২০২৩-এর অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে সাবালেঙ্কার কাছেই হেরেছিলেন তিনি।
ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (Australia Cricket Team) তাদের স্কোয়াড ঘোষণা করল। ইতিপূর্বে একটি প্রাথমিক দল ঘোষণা করেছিল বোর্ড। সেখানে প্যাট কামিন্সকে (Pat Cummins) রাখা হলেও, এবার তাঁকে মূল স্কোয়াড থেকে বাদ দেওয়া হল। অর্থাৎ, আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলবেন না প্যাট কামিন্স। তবে শুধুমাত্র কামিন্স নন, অস্ট্রেলিয়া তাদের মূল স্কোয়াডে মোট ২ পরিবর্তন করেছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আজই (৩১ জানুয়ারি) স্কোয়াড পরিবর্তন করার অন্তিম তারিখ। আরও পড়ুন: Pat Cummins on India: ভারতের জয়কে কটাক্ষ কামিন্সের! দুবাইয়ে খেলায় টিম ইন্ডিয়া সুবিধা পাচ্ছে, অভিযোগ অস্ট্রেলীয় তারকার ২০২৬ টি-২০ বিশ্বকাপের আসর ভারত এবং শ্রীলঙ্কায় বসতে চলেছে। এই টুর্নামেন্ট শুরু হতে আর এক সপ্তাহও হাতে বাকি নেই। প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। মোট ২০ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। তাদের আবার ৪ গ্রুপে ভাগ করা হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল গ্রুপ বি'তে রয়েছে। এই গ্রুপের প্রত্যেকটা ম্য়াচ শ্রীলঙ্কাতেই আয়োজন করা হবে। তবে টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল একটা বড়সড় ধাক্কা খেল। বেশ অনেকদিন ধরেই প্যাট কামিন্সের চোট রয়েছে। আশা করা হয়েছিল, পিঠের নীচে (ল্যাম্বর স্ট্রেস ইনজুরি) ওই চোটটি বিশ্বকাপের আগেই সেরে যাবে। সেক্ষেত্রে এই মেগা টুর্নামেন্ট খেলতেও কোনও বাধা থাকবে না। আর তাই কামিন্সকে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু, মূল স্কোয়াড থেকে তিনি শেষপর্যন্ত ছিটকেই গেলেন। আরও পড়ুন: Pat Cummins ruled out: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বজ্রপাত অস্ট্রেলিয়ার! দলের সেরা তারকাই ছিটকে গেলেন আচমকা অস্ট্রেলিয়া স্কোয়াডে ২ পরিবর্তন শুধুমাত্র প্যাট কামিন্সই নন, ম্যাট শর্টকেও অস্ট্রেলিয়া ক্রিকেটের মূল স্কোয়াডে রাখা হয়নি। এই ২ ক্রিকেটারের পরিবর্তে ম্য়াট রেনেশ এবং বেন ডোয়ারশুইসকে দলে নিয়ে আসা হয়েছে। অভিজ্ঞ পেস বোলার কামিন্সের না থাকাটা বিশ্বকাপের মতো একটা বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা হতে চলেছে। যদিও মিচেল মার্শের অধিনায়কত্বে এই দলটাকে যথেষ্টই শক্তিশালী দেখাচ্ছে। কারণ এই দলে ট্রাভিস হেড, টিম ডেভিড, জস ইংলিশ, ক্যামেরন গ্রিন, জস হ্যাজ়েলউড, মার্কাস স্টোয়েনিস এবং গ্লেন ম্য়াক্সওয়েলের মতো রথী-মহারথীরা রয়েছেন। টি-২০ ক্রিকেটে প্রত্যেকেই যথেষ্ট উজ্জ্বল তারকা। আরও পড়ুন: Pat Cummins refutes experts claim: গাভাসকারের দাবিই ঠিক, অস্ট্রেলিয়া দলে কি ভাঙন! মুখ খুলে জবাব দিলেন নেতা কামিন্স ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার মূল স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনৌলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, ট্রাভিস হেড, জস হ্যাজ়েলউড, জস ইংলিশ, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু রেনশ, মার্কাস স্টোয়েনিস, অ্যাডাম জাম্পা।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) এক বিরল ও চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে জানিয়েছেন যে, বৈদেশিক ঋণের জন্য আবেদন করতে গিয়ে তিনি এবং পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির চরম অস্বস্তি ও অপমানের সম্মুখীন হয়েছেন। গত শুক্রবার রাতে ইসলামাবাদের শীর্ষ ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, বন্ধু দেশগুলোর কাছে হাত পাতার […] The post Shehbaz Sharif | ‘অপমানে মাথা নত হয়ে আসে’, সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে অর্থ ভিক্ষার কথা স্বীকার করলেন পাক প্রধানমন্ত্রী! appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এজলাসের গম্ভীর সওয়াল-জবাব কিংবা আইনের জটিল কচকচানি থেকে দূরে সরে শনিবার এক অন্যরকম দিন কাটালেন কলকাতা হাইকোর্টের মহিলা আইনজীবীরা। হাইকোর্ট ক্লাব গ্রাউন্ডে দিনভর আয়োজিত হলো ‘ইন্ট্রা বার ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’ (Intra Bar Womens Cricket)। মাঠের লড়াইয়ে এদিন ফাইনাল ফয়সালা হলো ‘অন দ্য স্পট’, যেখানে রানার-আপ কলকাতা রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা […] The post Intra Bar Womens Cricket | আইনের লড়াই ছেড়ে বাইশ গজে সওয়াল-জবাব! ইন্ট্রা বার ওমেন্স ক্রিকেটে চ্যাম্পিয়ন বেঙ্গল রাইজার্স appeared first on Uttarbanga Sambad .
ফড়ণবিসের ডেপুটি পদে শপথ অজিত জায়া সুনেত্রার, প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী পেল মহারাষ্ট্র
এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কতটা বিপদ ডেকে আনে তা কমবেশি সবারই জানা। কিন্তু তা কিনে রেখে বাড়িতে ফেলে রাখাটাও যে বিপদ ডেকে আনছে তা ক’জনে জানেন! হেঁয়ালি বলে মনে হচ্ছে? মডেল রুরাল হেলথ রিসার্চ ইউনিট (এমআরএইচআরইউ)–এর নোডাল অফিসার ডাঃ সন্দীপ মুখোপাধ্যায় সেই হেঁয়ালি দূর করছেন, ‘বিভিন্ন অসুখের জন্য মানুষ বাড়িতে অ্যান্টিবায়োটিক কিনে রাখে। […] The post Antibiotic Waste Management | প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ও ভুল বর্জ্য ব্যবস্থাপনা, নিজের বিপদ কি আমরা নিজেই ডাকছি? appeared first on Uttarbanga Sambad .
Balurghat |গুড়ের ব্যবসার আড়ালে চোলাইয়ের উপকরণের রমরমা, বালুরঘাটে পুলিশের জালে ব্যবসায়ী
বালুরঘাট: গুড়ের ব্যবসার (Jaggery business) আড়ালে নিষিদ্ধ চোলাই মদ তৈরির উপকরণ বিক্রির পর্দাফাঁস করল পুলিশ (Illegal liquor manufacturing ingredients)। শনিবার দুপুরে বালুরঘাট শহরের (Balurghat) ব্যস্ততম তহবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ‘বাকর গুলি’ উদ্ধার করেছে বালুরঘাট থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৌমেন কুণ্ডু (৫০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা […] The post Balurghat | গুড়ের ব্যবসার আড়ালে চোলাইয়ের উপকরণের রমরমা, বালুরঘাটে পুলিশের জালে ব্যবসায়ী appeared first on Uttarbanga Sambad .
হুমায়ুনের পাশে ‘ভাইজান’ওয়েইসি! বঙ্গে JUP-র সঙ্গে নির্বাচনী জোট ঘোষণা মিমের
শনিবার রেজিনগরের সভায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি।
শেষ হচ্ছে ‘আর্য-অপর্ণা’-এর পথচলা? স্টুডিওপাড়ায় তুঙ্গে জল্পনা
উল্লেখ্য, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর ছোটপর্দায় প্রত্যাবর্তন ঘটেছিল জীতুর।
'তিলকে তাল করার চেষ্টা', বেলডাঙা হিংসা নিয়ে NIA তদন্তে কেন এমন মন্তব্য করলেন অধীর?
মুর্শিদাবাদের বেলডাঙার হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া হিংসার ঘটনার তদন্ত এখন থেকে করবে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। আরও পড়ুন- ‘মিশন বাংলা’কে সামনে রেখে বিরাট স্ট্র্যাটেজি বিজেপির, নিউ টাউনে শীর্ষ নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দু’দিনের বঙ্গ সফরের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক যে দিনে অমিত শাহ ব্যারাকপুর ও শিলিগুড়িতে বিজেপির কর্মী সম্মেলনে যোগ দেওয়ার কথা, সেদিনই রাজ্য পুলিশের কাছ থেকে তদন্তভার নেয় এনআইএ। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বেলডাঙা থানা এলাকার সুজাপুর কুমারপুর গ্রামের বাসিন্দা আলাই শেখ (৩০)-এর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে। ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন আলাই শেখ। তাঁর পরিবারের অভিযোগ, নির্মম নির্যাতনের জেরেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে জাতীয় সড়ক ১২ এবং রেললাইন অবরোধ করেন, যার ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। হিংসার সময় পুলিশের পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ওপরও হামলার অভিযোগ ওঠে। পরদিনও পরিস্থিতি উত্তপ্ত থাকায় পুলিশ লাঠিচার্জ করে অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন AIMIM-এর এক নেতাও । সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই এই গ্রেপ্তারি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আরও পড়ুন- আগামীকালই বাজেট পেশ নির্মলা সীতারমণের, কোন কোন ক্ষেত্রে বিরাট ঘোষণায় বড় চমক দেওয়ার পথে মোদী সরকার? হিংসার দিনই শান্তির আবেদন জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও একাধিক উদ্যোগ নেওয়া হয়। দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বেলডাঙা এলাকায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েন এবং এনআইএ তদন্তের দাবি জানান। মামলার শুনানিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার স্বাধীনতা দেয়। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের বেঞ্চ নির্দেশ দেয়, এলাকায় সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত CAPF মোতায়েন রাখতে হবে। প্রয়োজন হলে আরও বাহিনী মোতায়েনের নির্দেশও দেওয়া হয়। একই সঙ্গে রাজ্য সরকারকে কেন্দ্রীয় বাহিনীর সর্বোত্তম ব্যবহার করার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি মুর্শিদাবাদের জেলাশাসক ও পুলিশ সুপারকে ১৫ দিনের মধ্যে এলাকার মানুষ ও সম্পত্তির নিরাপত্তার দায়ভার গ্রহণ করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সংবাদ সংস্থা এএনআই-কে জানান, “এর আগেও মুর্শিদাবাদে হিংসার ঘটনা ঘটেছে। তখনও আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জেলা প্রশাসন তা মানেনি। এরপর বেলডাঙায় ফের হিংসা হয়েছে। এনআইএ তদন্ত শুরু করায় আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। বেলডাঙার ঘটনা কোনও প্রতিবাদ নয়, এটি দেশবিরোধী কার্যকলাপ। নিষিদ্ধ সংগঠন পিএফআই ও সিমির যোগ থাকতে পারে।” এদিকে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এই সিদ্ধান্তকে আমরা সবাই স্বাগত জানাই। যেভাবে সেদিন হিংসা ছড়িয়ে পড়েছিল, তাতে স্পষ্ট যে এর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। এনআইএ রাজ্য পুলিশের আওতার বাইরে। আশা করছি তারা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনবে।” এদিকে বেলডাঙ্গা কাণ্ডে NIA তদন্ত নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, গ্রামের ছেলের মৃত্যুতে একটা স্বতঃফুর্ত আন্দোলনের বহিঃ প্রকাশ। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকের সঙ্গে এমন ঘটনা আগেও ঘটেছে। এনআইএ তদন্তে তিলকে তাল করার চেষ্টা করার চেষ্টা করা হচ্ছে। NIA তদন্ত করতে হলে পুলিশের বিরুদ্ধেই তদন্ত করা উচিত। যা ঘটেছে তা NIAএর তদন্তের মত বড় ঘটনা নয়। তাদের মনে হয়েছে গ্রামের ছেলেটাকে মেরে দেওয়া হয়েছে, তারা বিক্ষোভ দেখাতে গিয়েছিল। সেখানে আমি নিজেও গেছিলাম। বনধ দীর্ঘস্থায়ী হয়েছে সেটা পুলিশ-প্রশাসনের ব্যার্থতা। অবরোধ তুলতে প্রশাসন কোন উৎসাহ দেখায় নি। সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটেছে পুলিশের উদাসীনতার কারণে। আরও পড়ুন- আনন্দপুরে ২৫ মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীর হলে SIR-এ ১৪০ মৃত্যুর দায় কার? বিরাট প্রশ্নে তোলপাড় ফেললেন অভিষেক
চরম অব্যবস্থায় সন্তোষে ১২ ঘণ্টার বাস জার্নি! কল্যাণদের তোপ বাংলার, ‘এর থেকে পাড়া টুর্নামেন্টও ভালো’
অসমে আয়োজিত টুর্নামেন্টে চরম বিশৃঙ্খলা। প্রবল ক্ষোভের সঙ্গে কল্যাণ চৌবের সর্বভারতীয় ফেডারেশনকে চিঠি দিয়েছে বাংলার ফুটবল সংস্থা। আইএফএ'র আবেদন, বাংলার কোয়ার্টার ফাইনালের ম্যাচ যেন পিছিয়ে দেওয়া হয়।
বহরমপুর: গত কয়েকদিন ধরে রণক্ষেত্র হয়ে ওঠা মুর্শিদাবাদের বেলডাঙা কাণ্ডের তদন্তে এবার সরাসরি ময়দানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA Beldanga Investigation)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পর শনিবারই মুর্শিদাবাদে এসে পৌঁছায় এনআইএ-র একটি বিশেষ দল। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে (Migrant worker death) কেন্দ্র করে সৃষ্ট নজিরবিহীন অশান্তির নেপথ্যে কোনও দেশবিরোধী শক্তি […] The post NIA Beldanga Investigation | কেন্দ্রের নির্দেশে মুর্শিদাবাদে এনআইএ, বেলডাঙার তাণ্ডবে কি ছিল দেশবিরোধী ইন্ধন? appeared first on Uttarbanga Sambad .
অমর্ত্য সেন, মহম্মদ শামিরা কি ঘুসপেটিয়া? বঙ্গ সফররত শাহের কাছে জবাব চাইলেন অভিষেক
বিজেপি এবং নির্বাচন কমিশনকে একহাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বিফ কাণ্ডে বিবেকদংশন! সায়ককে ‘এক বৃন্তে দুই কুসুমে’র পাঠ দিল সেক্যুলার শহর
প্রশ্ন, অর্ডার বিভ্রান্তি নাকি বেয়ারার ধর্মপরিচয়? ইস্যু কোনটা? 'গলদ' খুঁজতে গিয়ে গলদঘর্ম হওয়ার জোগাড়!
রাফা ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ইজরায়েল সরকার
অবশেষে রাফা ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ইজরায়েল সরকার। এই ক্রসিং-ই গাজার সঙ্গে মিশরের যোগাযোগের একমাত্র পথ।
Makhana Benefits: মাখানা খেয়ে হাড়কে লোহার মত শক্ত করতে চান? জানুন খাওয়ার সঠিক পদ্ধতি
Makhana Benefits: আজকের ব্যস্ত ও অস্বাস্থ্যকর জীবনযাত্রায় হাড় দুর্বল হওয়া, হাঁটু ব্যথা, জয়েন্টের সমস্যা এবং অল্প বয়সেই শক্তির অভাব খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। অধিকাংশ মানুষ ক্যালসিয়াম ও প্রোটিনের অভাব বুঝতেই পারেন না, যতক্ষণ না শরীর স্পষ্ট সংকেত দিতে শুরু করে। এই পরিস্থিতিতে একটি সহজ, সস্তা এবং প্রাকৃতিক খাবার হতে পারে মাখানা। বহুদিন ধরেই আয়ুর্বেদ ও প্রাচীন ভারতীয় খাদ্যসংস্কৃতিতে মাখানার গুরুত্ব অপরিসীম হলেও আজও অনেকেই এটি ভুলভাবে খান, ফলে এর পূর্ণ উপকারিতা থেকে বঞ্চিত হন। মাখানা মূলত ফক্স নাট বা পদ্মবীজ থেকে তৈরি একটি হালকা কিন্তু অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও উদ্ভিজ্জ প্রোটিন থাকে, যা হাড়ের ঘনত্ব বাড়াতে এবং জয়েন্টকে শক্তিশালী করতে সাহায্য করে। নিয়মিত সঠিক পদ্ধতিতে মাখানা খেলে হাড় ধীরে ধীরে মজবুত হয় এবং হাঁটু ও কোমরের ব্যথা অনেকাংশে কমে আসে। খাওয়ার সময় মাখানা খাওয়ার সবচেয়ে ভালো সময় হল সকাল। খালি পেটে মাখানা খেলে শরীর খুব সহজেই এর পুষ্টিগুণ শোষণ করতে পারে। সকালে এটি খেলে হজমশক্তি উন্নত হয় এবং সারা দিনের জন্য এক ধরনের স্বাভাবিক শক্তি বজায় থাকে। যাঁরা সকালে ভারী খাবার খেতে পারেন না, তাঁদের জন্য মাখানা একটি আদর্শ বিকল্প। সন্ধ্যাবেলাতেও এটি হালকা নাস্তা হিসেবে খাওয়া যেতে পারে, বিশেষ করে যাঁরা ভাজাভুজি বা মিষ্টি এড়িয়ে চলতে চান। আরও পড়ুন- মদ্যপান করেন না, তবুও থাকছে লিভার ক্যানসারের ভয়, দূর করবেন কীভাবে? অনেকেই মাখানা তেল বা ঘি দিয়ে ভেজে খান, যা এর প্রকৃত উপকারিতা নষ্ট করে দেয়। মাখানার সর্বোচ্চ উপকার পেতে হলে কম আঁচে শুকনো কড়াইয়ে হালকা করে ভাজাই সবচেয়ে ভালো পদ্ধতি। এতে কোনও অতিরিক্ত চর্বি যোগ হয় না এবং মাখানার ভেতরের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। চাইলে দুধে অল্প সময় সেদ্ধ করে মাখানার পায়েস বা পুডিং বানিয়েও খাওয়া যায়, যা শিশু ও বয়স্কদের জন্য বিশেষ উপকারী। আরও পড়ুন- দুধ ছাড়া কফি খেলে শরীরে পড়ে বিরাট প্রভাব, সেটা কী? জানলে চমকে যাবেন! প্রতিদিন একমুঠো অর্থাৎ প্রায় ২৫ থেকে ৩০ গ্রাম মাখানা খাওয়াই যথেষ্ট। এর বেশি খেলে শরীরে অতিরিক্ত উষ্ণতা তৈরি হতে পারে, যার ফলে কিছু মানুষের পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত কিন্তু পরিমিত পরিমাণে মাখানা খাওয়াই সবচেয়ে ভালো। আরও পড়ুন- পিঠে বা কোমরে ব্যথা থাকলে জিমে যাওয়ার আগে এই ৮টি করণীয় ও বর্জনীয় বিষয় জেনে নিন ডায়াবেটিস রোগীদের জন্য মাখানা অত্যন্ত নিরাপদ একটি খাবার, কারণ এর গ্লাইসেমিক সূচক খুব কম। এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। একইসঙ্গে এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইবার হৃদযন্ত্রের স্বাস্থ্যের যত্ন নেয় এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আরও পড়ুন- আর বাজারের ওপর নির্ভরশীল নয়! সহজ উপায়ে সংরক্ষণ করুন, সারা বছর তাজা থাকবে সবুজ মটর যাঁরা বয়সের সঙ্গে হাড় ক্ষয়, অস্টিওপোরোসিস বা জয়েন্ট স্টিফনেসের সমস্যায় ভুগছেন, তাদের জন্য মাখানা একটি প্রাকৃতিক ও কার্যকর সমাধান হতে পারে। নিয়মিত সঠিক পদ্ধতিতে মাখানা খাওয়া মানেই শরীরকে ভেতর থেকে শক্তিশালী করা, কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। সবচেয়ে বড় কথা, মাখানা কোনও ওষুধ নয়, বরং একটি দৈনন্দিন খাবার। কিন্তু সঠিক সময়, সঠিক পরিমাণ ও সঠিক পদ্ধতিতে খেলে এটি ওষুধের মতই কাজ করে। তাই আজ থেকেই যদি মাখানা খাওয়ার অভ্যাস ঠিক করা যায়, তাহলে ভবিষ্যতে হাড় ও জয়েন্ট সংক্রান্ত বহু সমস্যাই সহজে এড়ানো সম্ভব।
Australian Open |মেলবোর্নে রিবাকিনা-ঝড়! সাবালেঙ্কাকে হারিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম কাজাখ সুন্দরীর
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শীর্ষবাছাইয়ের দাপট বনাম লড়াকু মানসিকতার লড়াই— শেষ হাসি হাসলেন এলেনা রিবাকিনাই। প্রায় সাড়ে তিন বছরের খরা কাটিয়ে আবারও গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেলেন তিনি। বেলারুশের এরিনা সাবালেঙ্কাকে তিন সেটের স্নায়ুযুদ্ধে পরাস্ত করে বছরের প্রথম মেজরের ট্রফি হাতে তুললেন রিবাকিনা। প্রথম সেটেই আধিপত্য ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন রিবাকিনা। প্রথম গেমেই সাবালেঙ্কার […] The post Australian Open | মেলবোর্নে রিবাকিনা-ঝড়! সাবালেঙ্কাকে হারিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম কাজাখ সুন্দরীর appeared first on Uttarbanga Sambad .
Hiran Chatterjee: আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হিরণ চট্টোপাধ্যায়
হিরণ চট্টোপাধ্যায় ও হৃতিকা গিরির বিয়ের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণের ব্যক্তিগত জীবন। দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই সামনে আসে তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের গুরুতর অভিযোগ, যা ঘিরে তৈরি হয়েছে আইনি ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। অনিন্দিতা চট্টোপাধ্যায় দাবি করেছেন, তিনি ২০০০ সাল থেকেই আইনত হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁদের বিয়ের বৈধ শংসাপত্র তাঁর কাছে রয়েছে এবং তাঁদের মধ্যে কোনও আইনি বিচ্ছেদ বা ডিভোর্স কখনও হয়নি। সেই অবস্থায় হিরণ কীভাবে দ্বিতীয়বার বিয়ে করলেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। এই অভিযোগকে কেন্দ্র করে অনিন্দিতা তাঁর কন্যা নিয়াসাকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের আনন্দপুর থানায় হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সূত্রে খবর, হিরণ (Hiran Chatterjee) ছিলেন চেন্নাইয়ে। সেখান থেকে ফিরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন করেছেন তিনি। আদালত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠেছে এই মামলা। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: ‘একই মাসিকতা, একই ব্যক্তিত্ব’, প্রিয়াঙ্কাকে হারানোর দায় বলিউডেরই! শাহরুখের সঙ্গে তুলনা টানলেন শৈলেন্দ্র সম্প্রতি দ্বিতীয় বিয়ে নিয়ে তিনি নীরবতা ভাঙেন। হিরণ বলেন, “আমি সবসময়ই বিশ্বাস করি, ব্যক্তিগত ও পারিবারিক বিষয় শুধুমাত্র আইনের আদালতেই মীমাংসা হওয়া উচিত, মিডিয়া বা সামাজিক মাধ্যমে নয়। আমি মর্যাদা ও দায়িত্ববোধের সঙ্গে কথা বলছি, আমি নিয়াসার বাবা, আমার কন্যার প্রতি আমার ভালোবাসা, কর্তব্য ও দায়িত্ববোধ আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। পারিবারিক বিষয়কে প্রকাশ্যে আলোচনা করা আমার আত্মসম্মান ও মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত। গোপনীয়তা বজায় রেখে পরিবারকে সম্মান করা এবং নারীদের প্রতি শ্রদ্ধাশীল থাকা-এই সিদ্ধান্তকে সবাই বুঝবেন ও সম্মান করবেন বলেই আমি বিশ্বাস করি। আরও পড়ুন: ‘সাফল্য মানেই শান্তি নয়’, অরিজিতের প্লেব্যাক অবসর ঘোষণায় বিশালের বার্তায় লুকিয়ে কিসের ইঙ্গিত? সব মিলিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রীর অভিযোগ এবং তার জেরে শুরু হওয়া আইনি লড়াই এখন রাজ্য রাজনীতির পাশাপাশি টলিপাড়াতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে আদালতের রায়ই এই জটিলতার চূড়ান্ত দিকনির্দেশ করবে। আরও পড়ুন: নীরবতা কথা বলে না সবসময়, বিজয় সেতুপতির ‘গান্ধী টকস’ কেমন হল ?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খাস কলকাতার হস্টেলে এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (Student death)। মৃত ছাত্রীর নাম ঋষিতা বণিক। তিনি স্কটিশচার্চ কলেজের (Scottish Church College) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আদতে ত্রিপুরার বাসিন্দা ঋষিতা কলেজের হস্টেলে থেকেই পড়াশোনা করতেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে দানা বেঁধেছে রহস্য। পুলিশ ও হস্টেল […] The post Scottish Church College | অসুস্থ হয়ে সিক রুমে, তারপর অচৈতন্য! স্কটিশচার্চ কলেজের হস্টেলে ছাত্রীর মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য appeared first on Uttarbanga Sambad .
“অনুপ্রবেশ রোধ করতে হলে তৃণমূল কংগ্রেস সরকারকে অপসারণ করা জরুরি”। শিলিগুড়িতে দলের কর্মী সম্মেলন থেকে এমনই কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অমিত শাহের বক্তব্যের পালটা জবাব দিয়ে তাঁকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন- SIR-এর ধাক্কায় বাংলা জুড়ে আলোড়ন, মুখ্যমন্ত্রীর খাসতালুকে বাদ ৪৫ হাজার নাম, তড়িঘড়ি বৈঠকে মমতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “অনুপ্রবেশের নমূনা অমর্ত্য সেন, দেব, ঝুলন গোস্বামী, মহম্মদ শামী। খসড়া ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নামের কোনও উল্লেখ নেই কেন এই প্রশ্ন তুলে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণে শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির তরফে দাবি করা হচ্ছিল রাজ্যে এক কোটি থেকে দেড় কোটি রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। কিন্তু নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকা সেই ‘গল্প’ খারিজ করে দিয়েছে। অভিষেকের প্রশ্ন, যদি সত্যিই রাজ্যে এত সংখ্যক অনুপ্রবেশকারী ভোটার থেকে থাকে, তাহলে খসড়া ভোটার তালিকায় তাদের কোনও উল্লেখ নেই কেন। তাঁর বক্তব্য, কেন্দ্র ও কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভয়ের পরিবেশ তৈরি করে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আরও পড়ুন- আগামীকালই বাজেট পেশ নির্মলা সীতারমণের, কোন কোন ক্ষেত্রে বিরাট ঘোষণায় বড় চমক দেওয়ার পথে মোদী সরকার? রাজ্যে SIR ইস্যুতে তোলপাড়ের মধ্যেই বিজেপির কাছে ‘অনুপ্রবেশ’ একটি বড় নির্বাচনী হাতিয়ার হয়ে উঠেছে। গেরুয়া শিবিরের দাবি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিপুল সংখ্যক অনুপ্রবেশকারীর নাম রয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব নিয়মিতভাবেই এই ইস্যুতে সাধারণ মানুষকে সতর্ক করছেন। শিলিগুড়ির সভায় অমিত শাহও রাজ্যে অনুপ্রবেশ, হিংসা ও দুর্নীতির অভিযোগ তুলে বলেন, 'পশ্চিমবঙ্গে বছরের পর বছর ধরে ভয় ও অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে'।তবে কমিশনের প্রকাশিত তালিকা সামনে রেখে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “কমিশন যে তালিকা দিয়েছে, সেখানে কোথায় অনুপ্রবেশকারীরা?” পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার অভিযোগও তোলেন। সংবাদমাধ্যমের সামনে অভিষেক বলেন, গত ১০–১২ বছরে কেন্দ্র বাংলাকে আসলে কত টাকা দিয়েছে, তার হিসাব সামনে আনুক কেন্দ্রীয় সরকার। গ্রামীণ রাস্তা, আবাস যোজনা বা অন্যান্য প্রকল্পে গত কয়েক বছরে কেন্দ্র কত টাকা দিয়েছে, তার ‘রিপোর্ট কার্ড’ জনসমক্ষে আনার দাবি জানান তিনি। আরও পড়ুন- ‘মিশন বাংলা’কে সামনে রেখে বিরাট স্ট্র্যাটেজি বিজেপির, নিউ টাউনে শীর্ষ নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘১০ লক্ষ কোটি টাকা বাংলাকে দেওয়া হয়েছে’ মন্তব্যের পালটা দিয়ে অভিষেক বলেন, গত পাঁচ বছরে জিএসটি বাবদ কেন্দ্র রাজ্য থেকে প্রায় সাড়ে ৬ লক্ষ কোটি টাকা আদায় করেছে। কেন্দ্র যে ১০ লক্ষ কোটি টাকা দিয়েছে বলে দাবি করছে, তার বিস্তারিত হিসাব কোথায়? এই প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন মতুয়া ইস্যুতেও বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,শান্তনু ঠাকুর ও অসীম সরকারের মত বিজেপির নেতারাই মতুয়াদের ভয় দেখাচ্ছে। বিজেপি নেতারা বলছেন এক কোটি নাম বাদ দেওয়া হবে। কেন্দ্র নির্বাচন কমিশনকে টার্গেট বেঁধে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে মানুষের জলের টাকা ও আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগও তোলেন অভিষেক। অন্যদিকে,এদিনের সভা থেকে আনন্দপুরে মৃত্যুর ঘটনাকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন অমিত শাহ। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি ২৫টি মৃত্যুর জন্য রাজ্য সরকার দায়ী হয়, তাহলে SIR প্রক্রিয়ায় ১৪০ জনের মৃত্যুর দায় কেন্দ্রের নয় কি?” এই মন্তব্যের মাধ্যমে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আরও পড়ুন- বন্দে মাতরমের বিরোধিতা করেছেন মমতা, আনন্দপুরের অগ্নিকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি অমিত শাহের
পেপ গুয়ার্দিওলার মুখে ইসলামিক সম্ভাষণ! প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে বললেন, ‘গোটা বিশ্ব কাপুরুষ’
বিশ্বসেরা কোচ প্যালেস্টানের পাশে, শান্তির পাশে, ইসলামের পাশে! হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে পেপ গুয়ার্দিওলার মুখে শোনা গেল ইসলামিক সম্ভাষণ। তাঁর গায়ে তখন জড়ানো কেফিয়েহ।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি এবং ব্যবসায়ী স্যাম মার্চেন্টের প্রেমের গুঞ্জন বিনোদন জগতে নতুন কিছু নয়। যদিও তাঁরা আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি, তবে তাঁদের রসায়ন সবসময়ই নেটিজেনদের নজরে থাকে। গতকাল ছিল স্যাম মার্চেন্টের জন্মদিন, আর এই বিশেষ দিনে স্যামের প্রতি তৃপ্তির ভালোবাসা উপচে পড়ল সামাজিক মাধ্যমে। ইনস্টাগ্রামে তৃপ্তির মনের কথা স্যামকে জন্মদিনের […] The post Triptii Dimri | তৃপ্তির ‘স্পেশাল’ উইশ! ‘চর্চিত প্রেমিক’ স্যাম মার্চেন্টের জন্মদিনে অদেখা ছবি শেয়ার করলেন অভিনেত্রী appeared first on Uttarbanga Sambad .
ঘুষ কাণ্ডে সমন পাঠিয়েছে মার্কিন আদালত, শুরুতে গড়িমসি করলেও শেষমেশ তদন্তে সহযোগিতায় রাজি আদানিরা
আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)-এর পাঠানো সমন আদানিদের দেওয়ার জন্য গত বছর আহমেদাবাদের আদালতকে বলেছিল কেন্দ্রীয় আইন মন্ত্রক।
India vs New Zealand 5th T20I Match Scorecard, IND vs NZ LIVE Cricket Score: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপাতত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের শেষ ম্য়াচটি আজ আয়োজন করা হচ্ছে। দুই দলের মধ্যে তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হবে। প্রথম ৩ ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) জয়লাভ করে আগেই সিরিজটা নিজেদের পকেটে পুরে ফেলেছিল। যদিও চতুর্থ টি-২০ ম্য়াচে কিউয়িরা বাজিমাত করে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের আগে ভারত এবং নিউজিল্য়ান্ড শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ খেলতে নামছে। এই ম্য়াচেও ভারতের হয়ে খেলতে পারবেন না তিলক বর্মা এবং ওয়াশিংটন সুন্দর। তিরুবনন্তপুরমে আয়োজিত পঞ্চম টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া সেই দলটাকেই খুব সম্ভবত মাঠে নামাবে, যেটা তারা বিশ্বকাপে খেলাবে। তবে তিলক বর্মা ফিট হওয়ার পর এই স্কোয়াড কিছুটা হলেও পরিবর্তিত হবে। নিউজিল্যান্ডও তাদের বিশ্বকাপের প্রথম একাদশই মাঠে নামাতে পারে। সঞ্জু স্যামসনের হোম গ্রাউন্ড, ফিন অ্যালেনের প্রত্যাবর্তন বিশ্বকাপ শুরু হওয়ার আগে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য সঞ্জু স্যামসনের (Sanju Samson) কাছে এটাই শেষ সুযোগ। তিনি নিজের হোম গ্রাউন্ডে পঞ্চম টি-২০ ম্যাচ খেলতে নামবেন। এই সিরিজে স্যামসন এখনও পর্যন্ত নজরকাড়া ব্যাটিং পারফরম্য়ান্স করতে পারেননি। অন্যদিকে, নিউজিল্যান্ড ক্রিকেট দলেও একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে। বিধ্বংসী ব্য়াটার ফিন অ্যালেন ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। পঞ্চম টি-২০ ম্য়াচে তিনিও খেলতে নামবেন। তিরুবনন্তপুরমের পিচ রিপোর্ট পঞ্চম টি-২০ ম্য়াচে টসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই থাকবে। কারণ দ্বিতীয় ইনিংসে বল করা অতটাও সহজ হবে না। এই মাঠে যথেষ্ট পরিমাণে শিশির পড়ে। উইকেটের কথা যদি বলতে হয়, তাহলে ব্যাটারদের কাছে রান করা যথেষ্টই সহজ হবে। এই পরিস্থিতিতে আরও একবার হাই-স্কোরিং ম্য়াচের আশা করা যেতে পারে। কোথায়-কখন দেখবেন ম্য়াচ? ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত টি-২০ সিরিজের পঞ্চম ম্য়াচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। এর পাশাপাশি সমর্থকরা জিও হটস্টার (JIO Hotstar) অ্যাপে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারেন। এছাড়া লাইভ টেলিকাস্ট ডিডি স্পোর্টসেও (DD Sports) করা হবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এখানে ফ্রি'তে লাইভ ম্য়াচের আনন্দ উপভোগ করতে পারেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সন্ধ্যা ৭টা থেকে খেলা শুরু হবে। আর সাড়ে ৬টায় টস আয়োজন করা হবে। পঞ্চম টি-২০ ম্য়াচে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: টিম সেফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জাকারি ফোকস, ম্যাট হেনরি, ইশ সোধি, জেকব ডাফি। পঞ্চম টি-২০ ম্য়াচে ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং।
মুসলিম বলেই মিলছে না কাজ! অমল মালিক বললেন, ‘রহমান স্যারের সঙ্গে আমি একমত’
এবার এ আর রহমানের সুরে সুর মেলালেন সঙ্গীতশিল্পী অমল মালিক। ঠিক কী বললেন তিনি?
Maghi Purnima 2026: ফেব্রুয়ারি ১, রবিবার মাঘী পূর্ণিমা, কোন কাজ করলে কাটে বিয়ে এবং চাকরির বাধা?
Maghi Purnima 2026: মাঘী পূর্ণিমা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি, রবিবার এই বিশেষ তিথি পালিত হবে। বিশ্বাস করা হয়, এই দিনে গঙ্গাস্নান, দান-ধ্যান এবং নিয়ম মেনে জীবনযাপন করলে বহু পাপ ক্ষয় হয় এবং সংসারে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। যেহেতু ফেব্রুয়ারি মাস শুরুই হচ্ছে মাঘী পূর্ণিমার মাধ্যমে, তাই এই দিনটিকে ভবিষ্যতের জন্য বিশেষ শুভ সূচনাকাল হিসেবেও ধরা হয়। মাঘী পূর্ণিমার সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ্মী এবং নারায়ণের কৃপালাভের বিশ্বাস। ধর্মীয় মতে, এই দিনে গৃহে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। তবে এই শক্তিকে ধরে রাখতে হলে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। সামান্য অবহেলা বা নিষিদ্ধ কাজ সংসারে অশান্তি, অর্থকষ্ট বা মানসিক চাপ ডেকে আনতে পারে বলেই বিশ্বাস। লেনদেন এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাথায় রাখা দরকার, তা হল অর্থ লেনদেন। মাঘী পূর্ণিমার দিন কারও কাছ থেকে টাকা ধার নেওয়া বা কাউকে ধার দেওয়া একেবারেই অনুচিত বলে মনে করা হয়। বিশ্বাস অনুযায়ী, এই দিনে ধার দেওয়া অর্থ ঘরের লক্ষ্মীকে বাইরে পাঠানোর শামিল এবং ধার নিলে ভবিষ্যতে ঋণের বোঝা বাড়ে। আরও পড়ুন- মাঘী পূর্ণিমায় গঙ্গাস্নানে পুণ্য অর্জন নিশ্চিত, কবে পড়ছে এই বিশেষ তিথি, স্নানের শুভ সময়? তেল এবং নুন তেল ও নুন এই দিনে বিশেষভাবে সংবেদনশীল উপাদান হিসেবে ধরা হয়। কেউ যদি মাঘী পূর্ণিমার দিন আপনার কাছে তেল বা নুন চাইতে আসেন, তবে তা না দেওয়াই শ্রেয়। একইভাবে এই দিনে তেল ও নুন দান করাও নিষিদ্ধ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এর ফলে সংসারের স্থায়িত্ব ও আর্থিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আরও পড়ুন- স্নানের জলে এই জিনিসগুলো ১ চিমটি মেশান, দূর হবে গ্রহের কুপ্রভাব, সৌভাগ্য মুঠোবন্দি ঝাঁটার ব্যবহার মাঘী পূর্ণিমার দিন বাড়ি পরিষ্কার করা ভালো হলেও কোনও ভাঙা বা পুরনো জিনিস বাড়ির বাইরে ফেলা ঠিক নয়। বিশেষ করে ঝাঁটা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। ঝাঁটা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত হয়, আর এই দিনে ঝাঁটা ফেলা মানে ঘর থেকে সৌভাগ্য দূর করা। আরও পড়ুন- নতুন বছরে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কবে, প্রথম গ্রহণ কখন, ভারত থেকে দেখা যাবে কি? সদর দরজা ধুয়ে নেওয়া এই পবিত্র দিনে কিছু সহজ নিয়ম মানলে ভাগ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে বিশ্বাস। সম্ভব হলে ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। যদি তা সম্ভব না হয়, তাহলে ভোরবেলা উঠে বাড়ির সদর দরজা গঙ্গাজল ও সামান্য কেওড়া জল মিশিয়ে ধুয়ে নেওয়া ভালো। এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে শুভ শক্তির প্রবেশ ঘটে। আরও পড়ুন- জয়া একাদশীতে বিরাট যোগ, কোন পূজায় মিলবে সুখ-শান্তি? লক্ষ্মী ও নারায়ণের পুজো মাঘী পূর্ণিমার দিন হলুদ ফুল ও মিষ্টি দিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ। পুজোর সময় মন শান্ত রেখে ভক্তিভরে প্রার্থনা করলে দাম্পত্য জীবন, অর্থনৈতিক সমস্যা, মানসিক অশান্তি অনেকটাই দূর হয় বলে বিশ্বাস। বিশেষ টোটকা এই দিনের একটি বিশেষ টোটকা বহু মানুষ অনুসরণ করেন। পুজোর সময় মা লক্ষ্মীর সামনে একটি হলুদ কাপড়ের ওপর সাতটি হলুদ কড়ি, সাতটি গাঁট হলুদ, সামান্য কেশর, একটি রুপোর কয়েন এবং কিছু আতপ চাল রেখে ১০৮ বার মহালক্ষ্মী মন্ত্র জপ করা হয়। পরদিন এই সব জিনিস একত্রে পুঁটলি করে টাকার স্থানে রেখে দিলে অর্থনৈতিক উন্নতি হয় বলেই বিশ্বাস। মাঘী পূর্ণিমা মূলত আত্মশুদ্ধি ও নতুন শুরুর দিন। এই দিনে মন থেকে হিংসা, লোভ ও নেতিবাচক চিন্তা ত্যাগ করলে তার প্রভাব দীর্ঘদিন থাকে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন যদি এই ভাবেই শুরু করা যায়, তবে সারা মাস এমনকী সারা বছরও তুলনামূলকভাবে শান্ত ও ইতিবাচক কাটে বলেই বিশ্বাস।
সায়ককে গোমাংস পরিবেশন করা বেয়ারা গ্রেপ্তার, ক্ষমা চেয়েও মিলল না রেহাই
ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় মামলা রুজু করল পুলিশ।
শিলিগুড়ি: উত্তরবঙ্গকে বঞ্চনার হাত থেকে মুক্তি দিতে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah Siliguri Rally)। শনিবার শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করে শা বলেন, “দিদির নজরে উত্তরবঙ্গ শুধু সোনার ডিম পাড়া মুরগি। এটা বেশিদিন চলবে না। এপ্রিলের শেষেই আপনার বিদায় ঘণ্টা বেজে যাবে।” উত্তরবঙ্গবাসীর জন্য এক বিশেষ প্রতিশ্রুতি দিয়ে […] The post Amit Shah Siliguri Rally | ধরে ধরে অনুপ্রবেশকারী তাড়াবে বিজেপি! শিলিগুড়ির ময়দান থেকে মমতাকে চরম হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর appeared first on Uttarbanga Sambad .
ভেনেজুয়ালের তেল কিনলেই শুল্ক প্রত্যাহার! ভারত-রুশ বাণিজ্যে কাঁচি চালাতে প্রস্তাব আমেরিকার
ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনা কমায় তবে তা শুধু তেলে সীমাবদ্ধ থাকবেন না, কূটনৈতিক সম্পর্কেও প্রভাব পড়বে। এবং এই পদক্ষেপ হয়ে উঠবে ভারতের আমেরিকার কাছে আত্মসমর্পণের সামিল।
বয়কট নাটক জিইয়ে রাখতে বিশেষ ইভেন্ট বাতিল, দেশবাসীকে বোকা বানানোর নয়া পথ পাকিস্তানের!
বিশ্বকাপ শুরু হতে দিন দশেকও বাকি নেই। কিন্তু নাটক জারি রেখেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ চলছে সলমন আলি আঘাদের। সেই সিরিজের মাঝেই বিশ্বকাপ নিয়ে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
বাংলা চাইই! শিলিগুড়ির সভায় শাহ বললেন, ‘২১ রাজ্যে সরকার গড়েও খুশি নন মোদি’
দীর্ঘদিন ধরেই বাংলা দখলের ছক কষছে বিজেপি, ছাব্বিশের বাংলা থেকে মমতা সরকারের বিদায় নিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী অমিত শাহ।
দোকান ভেঙে দেদার লুট, আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে ধুন্ধুমার
মধ্যরাতে পরপর দুটি দোকানে লুঠপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ হাট এলাকায়। অভিযোগ, একটি ফাস্টফুডের দোকান ও একটি স্টেশনারি দোকান থেকে লক্ষাধিক টাকার সামগ্রী লুট করার পাশাপাশি ক্যাশ বাক্স ভেঙে প্রায় এক লক্ষ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। আরও পড়ুন- ভোটমুখী বঙ্গে বিরাট চমক মোদী সরকারের, হাওড়া বর্ধমান মেইন শাখার সঙ্গে মিলবে কর্ড লাইন, সরাসরি সংযোগে সবুজ সংকেত পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবাবগঞ্জ হাট এলাকার ব্যবসায়ী অভিষেক চৌরাসিয়ার দুটি দোকান রয়েছে একটি ফাস্টফুডের এবং অপরটি স্টেশনারি। শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা দোকান দুটির দরজা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক লুঠপাট চালায়। অভিযোগ, লুটের পর দোকান দুটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মধ্যরাতে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় দোকান মালিককে। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে পুরাতন মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের সামনেই স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, এলাকায় মাদকাসক্তদের দৌরাত্ম্য বেড়েছে এবং তারাই এই ধরনের অপরাধমূলক কাজে যুক্ত থাকতে পারে। তাঁদের দাবি, এর আগেও এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। আরও পড়ুন- আগামীকালই বাজেট পেশ নির্মলা সীতারমণের, কোন কোন ক্ষেত্রে বিরাট ঘোষণায় বড় চমক দেওয়ার পথে মোদী সরকার? ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অভিষেক চৌরাসিয়া জানান, প্রতিদিনের ব্যবসার জন্য ভোরবেলায় দোকানে মোটা অঙ্কের টাকা রাখা হয়। লকারে রাখা প্রায় এক লক্ষ টাকা লুটের পাশাপাশি লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে গেছে দুষ্কৃতীরা। শুধু লুটপাটেই থেমে থাকেনি তারা, দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকার মাদকাসক্তদের যুক্ত থাকার আশঙ্কা প্রকাশ করে তিনি পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছেন। এদিকে ঘটনার প্রতিবাদে নবাবগঞ্জ হাট ব্যবসায়ী সমিতির সদস্যরা শনিবার সকালে পুরাতন মালদা থানার সামনে বিক্ষোভে সামিল হন। সংগঠনের সদস্য বাবু দত্ত ও রোহিত চৌরাসিয়াসহ অন্যান্য ব্যবসায়ীদের অভিযোগ, এদিনের ঘটনা অত্যন্ত আতঙ্কজনক, কারণ দুষ্কৃতীরা লুটপাটের পাশাপাশি আগুন ধরিয়ে দিয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। পুরাতন মালদা থানা পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আরও পড়ুন- বন্দে মাতরমের বিরোধিতা করেছেন মমতা, আনন্দপুরের অগ্নিকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি অমিত শাহের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে না ফেরার দেশে চলে গিয়েছেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)। গত বুধবার সকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যুর পর থেকেই উত্তাল রাজ্যের রাজনৈতিক মহল। অজিত পাওয়ারের উত্তরসূরি হিসেবে (Maharashtra Deputy CM) এবার তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ারকে (Sunetra Pawar) বেছে নিয়েছে এনসিপি (NCP)। তবে […] The post Sharad Pawar | অজিতের প্রয়াণে অধরা পুনর্মিলন! স্বামীর চেয়ারে সুনেত্রা, পরিবারকে না জানানোর বিস্ফোরক দাবি শরদের appeared first on Uttarbanga Sambad .
সবটা শুষে নিচ্ছে! এবার জয় শাহর আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন
বিশ্বকাপের মাত্র এক সপ্তাহ আগে এই নতুন বিদ্রোহ কিছুটা অস্বস্তিতে ফেলবে জয় শাহর আইসিসিকে।
A R Rahman: ‘মিউজিক ডিরেক্টর না অভিনেতা?’ এ আর রহমানকে কপিলের রসিকতা
নেটফ্লিক্সের জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর আসন্ন পর্বে হাজির হতে চলেছেন গান্ধী টকস ছবির তারকাখচিত টিম। এ আর রহমান, অদিতি রাও হায়দারি, বিজয় সেতুপতি এবং সিদ্ধার্থ যাদব- এই চার তারকার উপস্থিতিতে যে পর্বটি জমে উঠতে চলেছে, তার ইঙ্গিত মিলেছে সদ্য প্রকাশিত প্রোমোতেই। শুক্রবার নেটফ্লিক্স প্রকাশিত এই প্রোমো ভিডিওতে কপিল শর্মার ঠাট্টা-তামাশা, অকপট মুহূর্ত এবং একের পর এক হাসির খোরাক দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। প্রোমোর শুরুতেই দেখা যায়, কপিল শর্মা কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের একটি সিডি হাতে নিয়ে এ আর রহমানকে শপথ করাচ্ছেন। এরপর রহমানের সংক্ষিপ্ত উত্তর দেওয়ার স্বভাব নিয়ে মজার খোঁচা দিতে ছাড়েননি কপিল। হাসতে হাসতে তিনি বলেন,“রহমান সাহেবকে চার লাইন প্রশ্ন করলেও, উনার উত্তর আসে এক শব্দে, বেশি কথা উনি বলেন না। হ্যাঁ, না, খুব ভালো। ব্যাস!” এই মন্তব্যে স্টুডিওজুড়ে হাসির রোল ওঠে, আর রহমানও মুচকি হেসে পরিস্থিতি উপভোগ করেন। Catherine O’Hara dies: এমি জয়ী অভিনেত্রী ক্যাথরিন ও’হারার মৃত্যু, শোকস্তব্ধ হলিউড প্রোমোর আরেকটি মজার মুহূর্ত তৈরি হয় কপিল শর্মা ও বিজয় সেতুপতির কথোপকথনে। কপিল অভিনেতাকে জিজ্ঞেস করেন, তিনি ক্রিকেট দেখেন কিনা। তামিল সুপারস্টার স্পষ্ট জানিয়ে দেন যে তিনি খেলাটি অনুসরণ করেন না। এরপর কপিল জানতে চান, তিনি নভজ্যোত সিং সিধুকে চেনেন কিনা। সেতুপতি মাথা নেড়ে বলেন, “হাঁ, হাঁ… সিধু স্যার।” কপিল সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুঁড়ে দেন, কোথায় দেখেছেন তাকে? বিন্দুমাত্র দ্বিধা না করে সেতুপতির উত্তর, “ক্রিকেট মাঠে দেখেছি তাঁকে। এই সরল অথচ বুদ্ধিদীপ্ত উত্তরে ফের হাসিতে ফেটে পড়েন সবাই। এরপর কপিলের নিশানায় আসেন অদিতি রাও হায়দারি। সম্প্রতি সিদ্ধার্থের সঙ্গে বিয়ে হলেও, কপিল মজা করে তাকে জিজ্ঞেস করেন, তিনি বিবাহিত কিনা। অদিতি দৃঢ়ভাবে ‘হ্যাঁ’ বলতেই কপিল পাল্টা প্রশ্ন করেন, “কেন?”তারপরই সামলে নিয়ে বলেন, “বাহ!” এই মুহূর্তটিও দর্শকদের জন্য বাড়তি বিনোদনের রসদ হয়ে ওঠে। Sayak Chakraborty Exclusive: গো-মাংস পরিবেশনের অভিযোগ, ওলি পাবের বিরুদ্ধে এফআইআর, বিতর্কে মুখ খুললেন সায়ক এদিকে, অভিনেতা-কৌতুক অভিনেতা সিদ্ধার্থ যাদব ও বিজয় সেতুপতি একসঙ্গে একটি মজার মূক অভিনয় করে শো-তে আলাদা মাত্রা যোগ করেন। প্রোমোর শেষভাগে কপিল আবার ফিরে যান এ আর রহমানের কাছে। গান্ধী টকস-এর পরিচালক কিশোর পান্ডুরঙ্গ বেলেকরের সঙ্গে রহমানের সাক্ষাতের প্রসঙ্গ টেনে কপিল রসিকতা করে বলেন, “যখন আপনাকে নির্বাক ছবির জন্য ডাকা হয়েছিল, তখন কি ওঁদের একটু কনফিউশন হয়নি- আপনাকে মিউজিক ডিরেক্টর নেবেন, না অভিনেতা?” রহমানের অন্তর্মুখী স্বভাব নিয়ে এই হালকা কটাক্ষেই প্রোমোর ইতি টানে, দর্শকদের রেখে যায় পর্বটি দেখার প্রবল আগ্রহে।
Amit Shah |‘দুর্নীতিতে সায় না থাকলে অভিযুক্তদের টিকিট দেবেন না’, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ অমিত শার
শিলিগুড়ি: নিয়োগ দুর্নীতি থেকে গোরু পাচার—একাধিক ইস্যুতে বিদ্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। শনিবার শিলিগুড়ির কর্মী সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে শা বলেন, “যদি আপনি দুর্নীতিকে সমর্থন না করেন, তবে অভিযুক্ত ওই ২৩ জনকে আগামী নির্বাচনে টিকিট দেবেন না। তাহলেই বুঝব আপনি স্বচ্ছ।” পরক্ষণেই কটাক্ষ করে […] The post Amit Shah | ‘দুর্নীতিতে সায় না থাকলে অভিযুক্তদের টিকিট দেবেন না’, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ অমিত শার appeared first on Uttarbanga Sambad .
এবার স্কটিশচার্চ কলেজের ছাত্রীর রহস্যমৃত্যু! হস্টেলের রুমেই অচেতন অবস্থায় উদ্ধার, নেপথ্যে কী?
পুলিশ সূত্রে খবর, স্কটিশচার্চ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন ঋষিতা বণিক। ত্রিপুরায় বাড়ি। কলকাতায় কলেজ হোস্টেলে থেকেই পড়াশোনা করতেন।
SIR-এর শুনানির কাজে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু তরুণীর
এসআইআরের কাজে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ হারালেন এসআইআরের দায়িত্বে থাকা কর্মী শম্পা রায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে।
Amit Shah |‘মমতাদির সময় শেষ, কমিউনিস্টরাও তৃণমূলের চেয়ে ভালো ছিল’, শিলিগুড়ি থেকে তোপ অমিত শার
শিলিগুড়ি: ব্যারাকপুরের জনসভা শেষ করে শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ শিলিগুড়ির কর্মী সম্মেলনে পৌঁছোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে শাহ বলেন, “মমতাদির যাওয়ার সময় হয়ে গিয়েছে। আপনার থেকে কমিউনিস্টরা অনেক ভালো ছিল।” স্বরাষ্ট্রমন্ত্রী এদিন অভিযোগ করেন যে, রাজনৈতিক স্বার্থে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের সামাজিক […] The post Amit Shah | ‘মমতাদির সময় শেষ, কমিউনিস্টরাও তৃণমূলের চেয়ে ভালো ছিল’, শিলিগুড়ি থেকে তোপ অমিত শার appeared first on Uttarbanga Sambad .
Jalpesh Mela Preparation |৩৩ লক্ষে জল্পেশমেলার ইজারা! শিবরাত্রির আগে সেজে উঠছে মন্দির
অভিরূপ দে, ময়নাগুড়ি: ৩৩ লক্ষেরও বেশি টাকা দিয়ে চলতি বছর জল্পেশমেলার (Jalpesh Mela Preparation) ইজারা নিয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী। টাকার অঙ্কটা গত বছরের তুলনায় প্রায় ৭ লক্ষ টাকা বেশি। গত বছর মেলার ইজারা বাবদ দরপত্র পড়েছিল ২৬ লক্ষ টাকা। এবছর আরও ১০ শতাংশ টাকা বর্ধিত করে জেলা পরিষদের তরফে মেলার দরপত্র আহ্বান করা হয়। জলপাইগুড়ি […] The post Jalpesh Mela Preparation | ৩৩ লক্ষে জল্পেশমেলার ইজারা! শিবরাত্রির আগে সেজে উঠছে মন্দির appeared first on Uttarbanga Sambad .
প্রধানমন্ত্রী হিসাবে তারেককেই চান বাংলাদেশের ৪৭% মানুষ, দাবি সমীক্ষায়, হাসিনার ভোটও পাবে খালেদার দল!
সমীক্ষায় আরও দাবি, শেখ হাসিনার দল আওয়ামি লিগের ভোটব্যাঙ্কের একটা বড় অংশও এবার সদ্যপ্রয়াত খালেদা জিয়ার দল বিএনপি-র ঝুলিতেই যাবে। তাতে ভর করেই আসন্ন ভোটে ক্ষমতায় আসতে চলেছেন তারেক।
শিলিগুড়ি: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) রাজনৈতিক লড়াই এবার ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছে গেল। শনিবার শিলিগুড়ির উপকণ্ঠে গোসাইপুরে আয়োজিত এক বিজেপি কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহকে ‘পেটমোটা মন্ত্রী’ বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। শুধু আক্রমণই নয়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গড়ে ঢুকে তাঁকে সরাসরি চ্যালেঞ্জও […] The post Sukanta Majumdar | উদয়ন গুহকে ‘পেটমোটা মন্ত্রী’ বলে কটাক্ষ, শিলিগুড়ির সভা থেকে বেলাগাম সুকান্ত মজুমদার appeared first on Uttarbanga Sambad .

13 C