Namah Shivaya Mantra: কর্পূর দিয়ে এই উপায়ে নিয়মিত শিবমন্ত্র জপ করলে মন ভাল হবে, কৃপা মিলবে দ্রুত
Namah Shivaya Mantra: শিবভক্তদের কাছে ‘নমঃ শিবায়’ মন্ত্রটি শুধু একটি মন্ত্র নয়, বরং জীবনের গভীর শান্তি ও ভারসাম্যের উৎস। শাস্ত্র অনুযায়ী, এই পঞ্চাক্ষর মন্ত্রের মধ্যে লুকিয়ে রয়েছে সৃষ্টির মৌলিক শক্তি। নিয়মিত এই মন্ত্র জপ করলে মন স্থির হয়, অকারণ ভয়, অস্থিরতা ও মানসিক চাপ কমতে শুরু করে। আধুনিক জীবনের দৌড়ঝাঁপ, কাজের চাপ ও অনিশ্চয়তার মাঝে এই মন্ত্র মানুষের মনে আশ্রয়ের জায়গা তৈরি করে দেয়। শাস্ত্র যা বলছে শাস্ত্র জানায়, শিব আরাধনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস ও নিষ্ঠা। কেবল নিয়ম রক্ষার জন্য মন্ত্র জপ করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না। প্রতিদিন স্নানের পর শুদ্ধ বসনে কিছু সময় নিজের মধ্যে ডুবে গিয়ে ‘নমঃ শিবায়’ মন্ত্রটি জপ করলে মন ধীরে হালকা হতে থাকে। অনেকেই বলেন, কয়েক দিনের মধ্যেই ঘুমের উন্নতি হয়, অকারণ রাগ কমে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। শিবের উপাসনায় বাহ্যিক আড়ম্বর নয়, অন্তরের ডাকই আসল। আরও পড়ুন- বছরে মাত্র একবার খোলে ভারতের এই ৫ মন্দির, দর্শনেই বদলে যেতে পারে ভাগ্য এই মন্ত্র জপের সঙ্গে যদি কর্পূর ব্যবহার করা হয়, তাহলে তার প্রভাব আরও গভীর হয় বলে বিশ্বাস করা হয়। কর্পূরকে শাস্ত্রে অত্যন্ত পবিত্র উপাদান হিসেবে মানা হয়। কর্পূর জ্বালালে যেমন নিজে সম্পূর্ণভাবে ভস্ম হয়ে যায়, তেমনই মানুষের জীবনের নেগেটিভ শক্তিকেও ধীরে ধীরে নিঃশেষ করে দেয়—এমনটাই বিশ্বাস। সকাল ও সন্ধ্যায় শিবমন্ত্র জপের সময় সামান্য কর্পূর জ্বালিয়ে সেই ধোঁয়া ঘরে ছড়িয়ে দিলে পরিবেশ অনেক বেশি শান্ত ও ইতিবাচক হয়ে ওঠে। আরও পড়ুন- বাস্তুশাস্ত্র মেনে ঘর না মুছলে আটকে যেতে পারে লক্ষ্মীর কৃপা, ঘর মোছার আগে জেনে নিন নিয়ম! বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির মধ্যে জমে থাকা অদৃশ্য নেতিবাচক শক্তি অনেক সময় অকারণ অশান্তি, মনখারাপ বা বারবার বাধার কারণ হয়ে দাঁড়ায়। কর্পূরের ধোঁয়া সেই শক্তিকে কাটাতে সাহায্য করে। বিশেষ করে সদর দরজার কাছে কর্পূর জ্বালানোকে অত্যন্ত কাজের মনে করা হয়, কারণ শাস্ত্রমতে নেগেটিভ এনার্জি মূলত এই পথ দিয়েই প্রবেশ করে। নিয়মিত এই অভ্যাস করলে ঘরের পরিবেশ হালকা ও সজীব থাকে। আরও পড়ুন- নুন বা হলুদ নয়, স্নানের জলে এই জাদুকরি বস্তু মিশলেই কুনজর থেকে রাহু-কেতু সব থাকবে বশে রাতে ঘুমের সমস্যা, দুঃস্বপ্ন বা অকারণ ভয় যদি বারবার দেখা দেয়, তাহলে শিবমন্ত্র জপের সঙ্গে কর্পূর জ্বালানো মানসিক প্রশান্তি দিতে পারে। শিবকে ‘ভোলানাথ’ বলা হয় কারণ তিনি সহজেই ভক্তের ডাক শোনেন। গভীর বিশ্বাস নিয়ে কয়েক দিন এই উপায় পালন করলে অনেকেই নিজের মধ্যে পরিবর্তন টের পান। মন শান্ত থাকে, ঘুম গভীর হয় এবং পরদিনের জন্য মানসিক শক্তি ফিরে আসে। আরও পড়ুন- শরীরের এই অংশে কালো তিল থাকলে মেলে কষ্ট, সফলতা আসে দেরিতে শিব উপাসনার আরেকটি দিক হল আত্মশুদ্ধি। কর্পূর যেমন জ্বলে গিয়ে কিছুই রেখে যায় না, তেমনই শিবমন্ত্র মানুষের অহংকার, ভয় ও দুশ্চিন্তাকে ধীরে ক্ষয় করে দেয়। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, মন্ত্র জপের সময় মনে কোনও সন্দেহ রাখা উচিত নয়। বিশ্বাস ও ভক্তিই হল আসল চাবিকাঠি। তবে মনে রাখা জরুরি, এই ধরনের আধ্যাত্মিক উপায় বিশ্বাসভিত্তিক। এগুলির উদ্দেশ্য মানসিক শক্তি জোগানো ও ইতিবাচক চিন্তা গড়ে তোলা। বাস্তব জীবনের সমস্যার সমাধানে যুক্তি ও প্রয়াসের পাশাপাশি এই উপায়গুলি মানসিক ভরসা হিসেবে কাজ করে। নিয়মিত শিবমন্ত্র জপ ও কর্পূর সহযোগে এই সহজ উপায়গুলি পালন করলে মন ধীরে স্থির হয় এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হয়ে ওঠে।
Yogurt Recipes: দই দিয়ে বানান ৬টি অজানা রেসিপি, যা স্বাদে ও পুষ্টিতে চমকে দেবে!
Joe Root Record: ২২ গজে বোমা ফাটালেন রুট, ভাঙলেন সৌরভের 'ধামাকা' রেকর্ড
Sourav Ganguly vs Joe Root: লাল বলের ক্রিকেটে আপাতত রাজত্ব করছেন জো রুট। যখনই তিনি ব্যাট হাতে মাঠে নামেন, তখনই কোনও না কোনও রেকর্ড কায়েম করেন। এবার তো ওয়ানডে ক্রিকেটেও সেই আগুন ফর্ম দেখতে পাওয়া গেল। টি-২০ বিশ্বকাপের ঠিক আগে শ্রীলঙ্কা সফরে গিয়েছে। ইতিমধ্যে জো রুট ওয়ানডে ক্রিকেটে সাফল্যের এক নয়া শৃঙ্গ স্পর্শ করলেন। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি 'ধামাকা' রেকর্ড হেলায় ভেঙে দিলেন। আরও পড়ুন: Sourav Ganguly Pretoria Capitals: ফের ফাইনালে স্বপ্নভঙ্গ সৌরভের, আশা জাগিয়েও জিততে পারল না প্রিটোরিয়া ওয়ানডে ক্রিকেটে সাড়ে ৭ হাজার রান পূরণ করলেন জো রুট কিংবদন্তীদের তালিকায় নাম লিখিয়ে ফেলা ইংল্য়ান্ডের তারকা ব্যাটার জো রুট বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেট খেলছেন। ২ দলের মধ্যে তিন ম্য়াচের সিরিজ আয়োজন করা হয়েছিল। সিরিজের তৃতীয় ম্য়াচে জো রুট একটি কঠিন উইকেটে ঝকঝকে অর্ধশতরান হাঁকালেন। এই ম্য়াচে তিনি ১১১ রানের ঐতিহাসিক ইনিংস উপহার দেন। এই সেঞ্চুরি পূরণ করার আগেই তিনি অবশ্যে ওয়ানডে ক্রিকেটে ৭,৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। আরও পড়ুন: Virat Kohli Breaks Sourav Ganguly Record: চুরমার সৌরভের 'ধামাকা' রেকর্ড, কিং কোহলির রাজত্বে নতিস্বীকার মহারাজের! ভাঙলেন সৌরভের রেকর্ডও ওয়ানডে ক্রিকেটে বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে জো রুট ৭,৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। ১৭৮ ইনিংসে তিনি এই রেকর্ড কায়েম করেন। এই তালিকায় তিনি পিছনে ফেললেন রোহিত শর্মা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। ওয়ানডে ক্রিকেটে সৌরভ ১৮৫ ইনিংসে সাড়ে ৭ রান পূরণ করেছিলেন। আর রোহিত শর্মা খেলেছিলেন ১৮৮ ইনিংস। এবার জো রুট ভারতের এই ২ ব্যাটিং মহারথীকেই পিছনে ফেলে দিলেন। আরও পড়ুন: Virat Kohli Century: রাঁচির পর রায়পুরেও কোহলির তাণ্ডব, হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি শতরানে থামলেন রুট শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচে দুর্দান্ত শতরান হাঁকালেন জো রুট। এই ম্য়াচে তিনি ১১১ রানের একটি ধামাকাদার ইনিংস উপহার দেন। এটা তাঁর ওয়ানডে কেরিয়ারে ২০ নম্বর শতরান। আর আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৬১ নম্বর। সেই জায়গায় ক্রিকেটের তিনটে ফরম্যাট মিলিয়ে তিনি ৮৫ শতরান করেছেন। আর শচীন করেছেন ১০০ শতরান। ফলে ভারতের এই ২ ব্যাটিং মহারথীকে স্পর্শ করতে এখনও অনেকটা পথ এগোতে হবে রুটকে।
এই মাসের শুরুতেই এ আর রহমান স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁর বক্তব্যের উদ্দেশ্য কখনও ভুলভাবে ব্যাখ্যা করা উচিত নয়। অস্কারজয়ী এই সুরকার জানান, “আমার একমাত্র লক্ষ্য সংগীতের মাধ্যমে আমার মাতৃভূমি ভারতকে সম্মান, সেবা এবং উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া।” সাম্প্রতিক সময়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ কমে যাওয়া এবং তার পিছনে “সাম্প্রদায়িক কারণ” থাকতে পারে বলে মন্তব্য করার পরই বিতর্কের সৃষ্টি হয়। সেই প্রেক্ষিতেই নিজের অবস্থান পরিষ্কার করেন রহমান। এই আবহে আবারও আলোচনায় উঠে এসেছে তাঁর কালজয়ী দেশাত্মবোধক গান ‘মা তুঝে সালাম’। সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান জানান, ১৯৯৭ সালে, ভারতের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘বন্দে মাতরম’ অ্যালবামের এই গানটি তৈরির পিছনে, ইসলামের শিক্ষাই তাঁকে অনুপ্রাণিত করেছিল। Arijit Singh: বলিউডে বড় ধাক্কা! প্লেব্যাক সিঙ্গিং ছাড়ছেন অরিজিৎ সিং, কী বললেন শিল্পী? প্রবীণ অভিনেত্রী ফরিদা জালালের পডকাস্ট ইয়াদেন বিটাউন কি-তে তিনি বলেন, “ইসলামেও বলা হয়েছে, দেশের প্রতি ভালোবাসা, মানুষের অর্ধেক ঈমান। সেই ভাবনা থেকেই আমরা একটি বড় দেশাত্মবোধক গান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মেহবুব কোতোয়াল যখন ‘মা তুঝে সালাম’ লাইনটি নিয়ে এলেন, তখন তা এক অনবদ্য অনুভূতিতে রূপ নেয়।” রহমান আরও বলেন, এই গানটি তৈরি করার মূল লক্ষ্য ছিল ধর্ম, ভাষা বা সংস্কৃতির বিভেদ ছাড়াই তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করা। তাঁর কথায়, “এই গানটি প্রায় একশো বছরের ঐতিহ্যের অংশ। তাই আমরা চেয়েছিলাম, কোনও পক্ষপাত ছাড়াই, এটি যেন সকল যুবসমাজের হৃদয়ে পৌঁছে যায়। মূল উদ্দেশ্য ছিল সেতুবন্ধন তৈরি করা, আর সেই কাজটাই আমরা করতে পেরেছি।” Hiraan Chatterjee: 'বড় ব্লান্ডার...!' ভুলের মাশুল গুনছেন? বিস্ফোরক মন্তব্য হিরণের প্রাক্তন স্ত্রীর এই ভাবনার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পরিচালক ও প্রযোজক ভরত বালার। রহমান জানান, ভরতের বাবা তাঁকে দেশের জন্য কিছু করার অনুপ্রেরণা দিয়েছিলেন। “ভরত বলেছিল, আমাদের ‘বন্দে মাতরম’ করা উচিত। আমি তখন বলি, যদি করি, তাহলে তা যেন সব ধর্মের মানুষ, বিশ্বের সমস্ত তরুণ এবং প্রবাসী ভারতীয়দের কাছেও পৌঁছায়, যাতে সবাই একাত্মতা অনুভব করতে পারে,” বলেন রহমান। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান জানান, সাম্প্রতিক বছরগুলিতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্ষমতার ভারসাম্য বদলানোর ফলে তাঁর কাছে কাজ কম আসছে। তিনি বলেন, “যাঁরা সৃজনশীল নন, তাঁদের হাতে এখন অনেক সিদ্ধান্ত। এটা সাম্প্রদায়িক বিষয়ও হতে পারে। অনেক সময় শোনা যায়, আমাকে নেওয়ার কথা ছিল, কিন্তু পরে অন্য সুরকারদের নেওয়া হয়েছে।”
Dilip Ghosh: কপালে তিলক দিতে দেরি পুরোহিতের, ‘রেগে’ ফিরে গেলেন দিলীপ
Dilip GHosh in Purba Bardhaman: এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য সুশান্ত বিশ্বাস বলেন, দিলীপ ঘোষ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও পুরোহিত তাঁর দিকে বিশেষ গুরুত্ব দেননি। পরে ডাকার চেষ্টা করা হলেও ব্যস্ততার কারণে তিনি আর ফিরে আসেননি। মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পর গুসকরা স্কুলমোড় এলাকার একটি চায়ের দোকানে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ।
Bloating Causes Explained: পেট ফাঁপার আসল কারণ কী? বিশেষজ্ঞের মতে, ৮টি ভুল না করলে কমবে এই সমস্যা
Bloating Causes Explained: পেট ফাঁপা (bloating) এমন এক সমস্যা যা অনেকেই হালকাভাবে নেন, কিন্তু দিনের পর দিন চলতে থাকলে এটি হজমজনিত বড় সমস্যার দিকে গড়াতে পারে। লখনউয়ের হেলথ ও ওয়েলনেস কোচ কপিল কানৌদিয়া সম্প্রতি এক ভিডিওতে জানিয়েছেন, আমাদের দৈনন্দিন কিছু সাধারণ অভ্যাসই পেট ফাঁপার মূল কারণ। তিনি জানিয়েছেন, বেশিরভাগ মানুষ জানেনই না যে খুব দ্রুত খাওয়া, অতিরিক্ত বা কম ফাইবার গ্রহণ, এমনকী জল কম বা বেশি খেলেও হজম প্রক্রিয়া ব্যাহত হতে পারে। খাওয়ার সময় তাড়াহুড়ো করলে আমরা অজান্তেই বেশি বাতাস গিলে ফেলি। এর ফলে পাকস্থলিতে চাপ বাড়ে এবং খাবার ঠিকভাবে ভাঙার আগেই গ্যাস তৈরি হয়। ধীরে চিবিয়ে খেলে হজমকারী এনজাইম বা উৎসেচক সক্রিয় হওয়ার সময় পায় এবং পেট অকারণে ভারী লাগে না। বিশেষজ্ঞদের মতে, পেট ভরে যাওয়ার আগেই থামা অর্থাৎ ৭০ শতাংশ পেট ভরে গেলে খাওয়া বন্ধ করলে পেট ফাঁপা ও অ্যাসিডিটির ঝুঁকি অনেকটাই কমে যায়। আরও পড়ুন- স্তন ক্যানসারের সঙ্গে পাল্লা দিচ্ছে বাড়ছে এই ক্যানসারও! সতর্কবাণী শীর্ষ বিশেষজ্ঞের ফাইবারজাতীয় খাবার খাওয়া নিয়েও মানুষ প্রায়ই দ্বন্দ্বে ভোগেন। কেউ খুব কম ফাইবার খান, আবার কেউ হঠাৎ অতিরিক্ত ফাইবার ডায়েটে যোগ করেন। দুই ক্ষেত্রেই অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়। চিকিৎসক জগদীশ হিরেমথের মতে, ফাইবার বাড়াতে হলে ধীরে ধীরে বাড়ানো উচিত এবং তার সঙ্গে জল খাওয়ার পরিমাণও সমানভাবে বাড়াতে হবে। না হলে গ্যাস, পেট ভারী লাগা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেবে। আরও পড়ুন- হৃদপিণ্ড শক্তিশালী ও সুস্থ রাখতে চান, এই অভ্যাস আজ থেকেই এড়িয়ে চলুন, পরামর্শ চিকিৎসকের জল খাওয়ার ক্ষেত্রেও ভারসাম্য জরুরি। খুব কম জল খেলে হজমশক্তি ধীর হয়ে যায়, আবার অতিরিক্ত জল খাবারের সঙ্গে খেলে হজম রস পাতলা হয়ে তার কার্যকারিতা হারিয়ে ফেলে। শরীরের সংকেত বোঝাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত মলত্যাগ, পেটে অস্বস্তি না থাকা এবং ক্ষুধার স্বাভাবিক অনুভূতিই সঠিক কতটা খেতে হবে, সেই সঠিক পরিমাণের ইঙ্গিত দেয় বলেই বিশেষজ্ঞরা জানিয়েছন। আরও পড়ুন- হলুদ বা সোনালি সাবান ব্যবহারের ট্রেন্ড, ত্বকের জন্য এটা আশীর্বাদ না ক্ষতিকারক? জীবনযাত্রা বা লাইফস্টাইলও পেট ফাঁপা (bloating)-র বড় কারণ। সারাদিন বসে কাজ করা, রাতে দেরি করে খাওয়া এবং শারীরিক নড়াচড়া কম হলে বিপাকক্রিয়া ধীর হয়ে যায়। অনেকেই দিনে এক ঘণ্টা শরীরচর্চা করলেও বাকি সময়টায় একটানা বসে থাকেন, যার ফলে রক্তসঞ্চালন ও অন্ত্রের গতিশীলতা কমে যায়। হালকা হাঁটা বা কাজের ফাঁকে নড়াচড়া করাও পেটের স্বাস্থ্যের জন্য জরুরি। আরও পড়ুন- মাত্র ১ লক্ষ টাকায় ঘুরে নিন এই ৬ দেশ অনেক ক্ষেত্রে নির্দিষ্ট খাবারের প্রতি অসহিষ্ণুতাও পেট ফাঁপা (bloating)-এর কারণ হতে পারে। দুধ, গম বা কিছু বিশেষ খাবার খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যদি বারবার পেট ফাঁপে, তবে সেটি খাবারের প্রতি অনীহা (food intolerance)-এর লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাজারচলতি পরীক্ষা নিরীক্ষার ওপর পুরোপুরি নির্ভর না করে খাবার বাদ দিয়ে আবার ধীরে খেয়ে নিজের শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করাই পেটফাঁপা কমানোর সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। সবচেয়ে অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হল, মানসিক চাপ। দীর্ঘস্থায়ী স্ট্রেসে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা হজম প্রক্রিয়াকে ধীর করে ফেলে বা থামিয়ে দিতে পারে। এর ফলেই পেট ফাঁপা (bloating), গ্যাস, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা দেখা দেয়। নিয়মিত শরীরচর্চা, গভীর শ্বাসপ্রশ্বাস, নির্দিষ্ট ঘুমের সময়সূচি ও অল্প সময়ের জন্য ধ্যান (mindfulness) অনুশীলন হজমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বলা যায়, পেট ফাঁপা কোনও একটা সমস্যার ফল নয়। বরং এটি আমাদের খাওয়ার ধরন, জীবনযাপন এবং মানসিক অবস্থার প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে, ছোট অভ্যাস বদলালেই পেটের অস্বস্তি অনেকাংশে কমানো সম্ভব। সতর্কীকরণ: এই প্রতিবেদনটি প্রাপ্ত তথ্য ও বিশেষজ্ঞ মতামতের ওপর ভিত্তি করে তৈরি। কোনও স্বাস্থ্যগত সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
Ajker Rashifal Bengali, 28 January, 2026: আজ বুধবার ২৮ জানুয়ারি ২০২৬। পাশ্চাত্য জ্যোতিষ অনুসারে আজ যাঁদের জন্মদিন, তাঁদের রাশি কুম্ভ। এই জাতকদের ওপর শনি ও রবি গ্রহের প্রবল প্রভাব থাকবে। বিশেষ করে ২৮ তারিখে জন্মগ্রহণকারীদের জীবনে আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ বৃদ্ধি পাবে। নীল ও কমলা রং আজ সৌভাগ্য বয়ে আনতে পারে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি আয় বৃদ্ধির। খাদ্য ও পানীয় সংক্রান্ত ব্যবসায় যুক্ত ব্যক্তিদের রোজগার বাড়বে। সঞ্চয়ের চেষ্টা সফল হবে এবং ব্যবসায়িক কাজে অগ্রগতির সম্ভাবনা প্রবল। হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। আরও পড়ুন- বছরের প্রথম সূর্যগ্রহণ কবে, কতক্ষণ থাকবে, ভারত থেকে কি দেখা যাবে? বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে সাফল্যের দিন। নতুন সিদ্ধান্ত গ্রহণ করলে তা ভবিষ্যতে লাভজনক হবে। অংশীদারি ব্যবসায় উন্নতির যোগ রয়েছে এবং আর্থিক স্থিতি মজবুত হবে। আরও পড়ুন- বছরে মাত্র একবার খোলে ভারতের এই ৫ মন্দির, দর্শনেই বদলে যেতে পারে ভাগ্য মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতকদের আজ দূরযাত্রার যোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজ বা বৈদেশিক ব্যবসায় লাভ হবে। ট্রাভেল ও ট্রান্সপোর্ট ব্যবসায় রোজগার বাড়লেও পারিবারিক খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে। আরও পড়ুন- বাস্তুশাস্ত্র মেনে ঘর না মুছলে আটকে যেতে পারে লক্ষ্মীর কৃপা, ঘর মোছার আগে জেনে নিন নিয়ম! কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতকদের আয় বাড়বে এবং বড় ভাইবোন বা বন্ধুর সহযোগিতা লাভ করবেন। চাকরিজীবীদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে। আরও পড়ুন- বাস্তুশাস্ত্র মেনে ঘর না মুছলে আটকে যেতে পারে লক্ষ্মীর কৃপা, ঘর মোছার আগে জেনে নিন নিয়ম! সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকরা আজ পিতার সহায়তা পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুকূল দৃষ্টি লাভ করবেন, যদিও পারিবারিক বিষয়ে কিছু মানসিক চাপ থাকতে পারে। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে শিক্ষকের সাহায্য লাভ করবেন এবং ভাগ্যোন্নতির পথ খুলবে। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জাতকদের ব্যাংক ও বিমা সংক্রান্ত ক্ষেত্রে লাভ হতে পারে। শেয়ার বাজারে লাভের যোগ থাকলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই শ্রেয়। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জাতকদের দাম্পত্য জীবন সুখের হবে। অংশীদারি ব্যবসায় ভালো আয় হবে এবং অবিবাহিতদের জন্য নতুন সুযোগ আসতে পারে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকরা আজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। নতুন কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের সৃজনশীল পেশায় নতুন কাজের সুযোগ আসবে। প্রেমের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে হবে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের আজ বাড়িতে আত্মীয়স্বজনের আগমন হতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে উন্নতি হবে এবং মায়ের সাহায্য লাভ করবেন। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের জন্য আজ বৈদেশিক কাজ ও বস্ত্র ব্যবসায় লাভের দিন। ভাইবোনের সাফল্যে গর্ব অনুভব করবেন এবং আর্থিক স্থিতি মজবুত হবে। আজকের দিনে জ্যোতিষীর মতে শুভ মুহূর্ত রয়েছে সকাল ৬টা ৫৩ মিনিট থেকে ৮টা ১৭ মিনিট পর্যন্ত, আবার ১০টা ৩৭ থেকে ১২টা ৫৬ মিনিট এবং বিকেলে ৩টা ৪০ থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে। রাতের দিকে ৬টা ৪৫ থেকে ৯টা ২০ মিনিট সময়টিও বিশেষ শুভ। এই দৈনিক রাশিফল (Daily Horoscope 28 January 2026 Bengali Rashifal) অনুসারে প্রতিটি রাশির জন্য আজকের দিন নতুন সম্ভাবনা ও সুযোগ নিয়ে এসেছে। সঠিক সিদ্ধান্ত ও ইতিবাচক মনোভাব আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।
করছাড় থেকে কর্মসংস্থান! বাজেট নিয়ে বহু প্রত্যাশা আমজনতার, কী আছে নির্মলার ঝুলিতে?
এমনিতে যে কোনও সরকারের প্রথম বা দ্বিতীয় বাজেটে সেভাবে চমক থাকে না। এই বাজেটগুলি হয় মূলত সংস্কারমুখী।
কালান্তার ( ২৮ জানুয়ারী ২০২৬ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
Anandapur Fire Burst: ‘আমাদের পরিচিতদের বডি আমাদেরই খুঁজতে হবে’
Kolkata Fire Incident: সোমবার দিনভর ঘটনাস্থলেই ঠায় দাঁড়িয়েছিল নিখোঁজ কর্মীদের পরিবারের সদস্যরা। কিন্তু তারপরেও অনেকেই নিজেদের প্রিয় জনেরদের খোঁজ পাননি। যা ঘিরেও তৈরি হয়েছে ক্ষোভ। এক ব্যক্তি এদিন বলেন, 'জল দেওয়া ছাড়া দমকল কোনও কাজ করতে পারছে না। আমাদের পরিচিতদের বডি হয়তো আমাদেরই খুঁজে নিতে হবে!'
২৮ জানুয়ারি রাশিফল: সতর্ক না হলে ভুগতে হবে, পারিবারিক বিবাদে জড়াবে এই রাশি
গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক(Ajker Rashifal)।
Sonarpur Incident: নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল, নাবালিকা ধর্ষণের মামলায় গ্রেফতার সরকারি অফিসার
Sonarpur POCSO Case: অভিযোগ রয়েছে, নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইলিং করারও। ঘটনার সোনারপুর এলাকার। সম্প্রতি সেখানে এক ভূমি রাজস্ব দফতরের আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন এক তরুণী। অভিযোগপত্রে তিনি জানান, নাবালিকা থাকা অবস্থায় তাঁকে ধর্ষণ করেছিলেন ওই ব্যক্তি।
৪৮ ঘণ্টা পর আনন্দপুরে অগ্নিকাণ্ডে গ্রেপ্তার গুদাম মালিক, উদ্ধার আরও ৩ দেহাংশ, বাড়ছে নিখোঁজও
পূর্ব মেদিনীপুরে তাঁর বাড়ি থেকেই অভিযুক্তকে ধরা হয়। সূত্রের খবর, তদন্তে নেমে নরেন্দ্রপুর থানার পুলিশের একটি দল মেদিনীপুরে হানা দেয়।
Akhilesh Yadav: দিদি ইডিকে হারিয়েছেন, বিজেপিকেও হারাবেন: অখিলেশ
Akhilesh Yadav News: জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এদিন নিজের স্ত্রী ডিম্পল যাদবকে সঙ্গে করেই বাংলায় আসেন সপা প্রধান। কলকাতা বিমানবন্দরে নেমেই সরব হন আইপ্যাককাণ্ডে। কাঠগড়ায় তোলেন বিজেপিকে।
WPL 2026: চলতি মহিলা প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক করতে পারল না দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তারা গুজরাট জায়ান্টসের (Gujarat Giants) বিরুদ্ধে খেলতে নেমেছিল। বরোদার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে অ্যাশলে গার্ডনারের দল ৩ রানে জয়লাভ করেছে। একেবারে শেষ বলে নির্ধারিত হয় এই ম্য়াচের ফলাফল। আর এই জয়ের পাশাপাশি পয়েন্টে টেবিলে দেখা গেল তুলকালাম পরিবর্তন। আরও পড়ুন: MI-W vs DC-W, WPL 2026 Highlights: দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের, বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা হাফসেঞ্চুরি বেথ মুনির প্রসঙ্গত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এই ম্য়াচে গুজরাটের হয়ে বেথ মুনি ছাড়া আর কেউ তেমন নজর কাড়তে পারলেন না। অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার-ব্যাটার ওপেন করতে নেমে ৪৬ বলে ৫৮ রান করলেন। তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৭ বাউন্ডারি। এছাড়া অনুষ্কা শর্মা ২৫ বলে করলেন ৩৯ রান এবং তনুজা কানওয়ার ১১ বলে ২১ রান। নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। দিল্লির বোলারদের মধ্যে একাই ৪ উইকেট শিকার করেন শ্রী চরণী। আরও পড়ুন: RCB-W vs DC-W Match Highlights: আরসিবি যেন অশ্বমেধের ঘোড়া, টানা চতুর্থ ম্য়াচ জিতে শীর্ষে রাজত্ব স্মৃতিদের লড়েও হার দিল্লি ক্যাপিটালসের এরপর ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। শুরুটা তারাও একেবারে প্রত্যাশা অনুসারে করতে পারেনি। দলের টপ অর্ডার ব্যাটাররা কেউই তেমন বড় রান করতে পারলেন না। কিছুটা হলেও সম্মান বাঁচানোর চেষ্টা করেছিলেন লরা উলভার্ট। তিনি ২৩ বলে ২৪ রান করেন। ম্য়াচটা যে এমন একটা হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছে যাবে, সেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তবে শেষবেলায় যথেষ্ট লড়াই করলেন নিকি প্রসাদ। ২৪ বলে তাঁর ৪৭ রানের ঝোড়ো ইনিংস দিল্লির নিষ্প্রভ প্রদীপে কিছুটা হলেও অক্সিজেন দিয়েছিল। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন স্নেহ রানা। তিনিও ১৫ বলে ২৯ রান করেন। কিন্তু, স্নেহ আউট হতেই যাবতীয় অঙ্ক বদলে যায়। শেষ পর্যন্ত গুজরাট ৩ রানে জয়লাভ করে।
SIR: ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগী এলেন কেন্দ্রে, অ্যাম্বুলেন্সেই হল শুনানি
Bangaon: উত্তর ২৪ পরগনার বনগাঁর পাইকপাড়ার বাসিন্দা জিন্না মণ্ডল। ব্রেন স্ট্রোকের কারণে তাঁর হাতে-পায়ে কোনও শক্তি নেই। মঙ্গলবার বাবার নামের মিল না থাকার কারণে তিনিও এসআইআর-এর শুনানিতে এসেছিলেন। পরিবারের পক্ষ থেকে জিন্না মণ্ডলকে অ্যাম্বুলেন্সে করে বনগাঁ বিডিও অফিসের শুনানি কেন্দ্রে আনা হয়।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারত-বাংলাদেশ সীমান্তের (Indo-Bangla Border) নিরাপত্তা (National Security) সুনিশ্চিত করতে এবার সক্রিয় ভূমিকা নিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সীমান্তের যে সব অংশে এখনও কাঁটাতারের (Border Fencing) বেড়া নেই, সেই ‘অরক্ষিত’ এলাকায় দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিল আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, যে সব জমি অধিগ্রহণের […] The post Border Fencing | সীমান্তে কাঁটাতার বসাতে নবান্নকে চরম সময়সীমা! জাতীয় স্বার্থে ৩১ মার্চের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ হাই কোর্টের appeared first on Uttarbanga Sambad .
Nabanna: কেমন চলছে রাজ্যের প্রকল্পগুলির কাজ? খতিয়ে দেখতে এদের ঠিক করল নবান্ন
Kolkata: নবান্ন সূত্রে জানা গিয়েছে, 'আমাদের পাড়া আমাদের সমাধান','পথশ্রী'-সহ একাধিক প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন সরকারি আধিকারিকরা। তাঁদের সময়ে-সময়ে বিভিন্ন জেলায় পরিদর্শনে যেতে হবে। শুধু তাই নয়, এই সকল আধিকারিকরা যে যে জেলায় পরিদর্শন করবেন, সেই সকল জেলার জেলা-শাসকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন বলে জানানো হয়েছে।
‘অহেতুক’ SIR শুনানিতে ডাক কেন? কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জয় গোস্বামী
শুনানির শুরুতেই কমিশনের থেকে নোটিস পান কবি জয় গোস্বামী। কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।
VC Recruitment: আরও ৩ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল
Kolkata: রাজভবন সূত্রে খবর, 'বাবা সাহেব আম্বেদকর' বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অরুণাশিস গোস্বামী, 'উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে'-র নতুন উপাচার্য দেবব্রত বসু আর পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে বসলেন দেবব্রত মিত্র। তবে রাজভবনের পছন্দের তিনজন উপাচার্য পদে যোগদান করলেও, শিক্ষা দফতরের পছন্দের পাঁচজন পেলেন না এখনো নিয়োগ।
‘ফেম গুরুকুল’ থেকে বলিউডের এক নম্বর গায়ক, এক নজরে অরিজিৎ সিংয়ের রূপকথার মতো সিনে সফর
২০১১ সালে ‘মার্ডার ২’ ছবির ‘ফির মহব্বত’ দিয়ে প্লেব্যাক শুরু হলেও অরিজিতের ভাগ্যবদল হয় ২০১৩ সালে। পরিচালক মহেশ ভাটের ‘আশিকি ২’ ছবির গানগুলো মুক্তির পর যেন দেশে এক সুনামি আছড়ে পড়ে। ‘তুম হি হো’ গানটি অরিজিৎকে রাতারাতি সুপারস্টারে পরিণত করে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘চান্না মেরেয়া’, ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’, ‘ফির লে আয়া দিল’ বা ‘কেসরিয়া’, গহেরা হুয়া।
বঙ্গে প্রথম ভাষণেই নীতীনের মুখে নজরুল-রামমোহন! বিজেপির ‘নবীন’নীতিতে ‘বাঙালিয়ানা’র ছাপ
প্রথম ভাষণেই শুভেন্দু অধিকারীর নীতি খারিজ করলেন নীতীন। বাংলার মাটিতে প্রথম ভাষণে সেভাবে রাজনৈতিক বক্তব্য শোনা গেল না বিজেপি সভাপতির মুখে।
Nandigram: এবার শুধু ট্রাঙ্ক নয়, বাপ-দাদার কবরের মাটিও তুলে আনলেন শাহিদ
Purba Medinipur: নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নান ছয়ঘড়ি গ্রামের ১৯৩ নম্বর বুথের বাসিন্দা শেখ শাহিদ নামের এক ব্যক্তিকে ট্রাঙ্ক মাথায় করে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের SIR ক্যাম্পে ঢোকেন। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। তার সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা।
জঙ্গলমহলের ভোট অঙ্কে ৩০ জাতিভিত্তিক সংগঠন, চাপ বাড়ছে শাসক থেকে গেরুয়া শিবিরে
জঙ্গলমহলের ভোট অঙ্ক এখন অনেকাংশেই জাতিগত সামাজিক সংগঠনের উপর নির্ভরশীল।
রাজনীতির শিকার অরিজিৎ? তাই সিনেমার গান থেকে অবসর! জল্পনা তুঙ্গে
বিতর্কের চোরাস্রোত যে প্লেব্যাক সিঙ্গার হিসেবে অরিজিতের এই বিদায়বেলায় কাজ করছে, তা নিয়ে সন্দেহ নেই। সলমন খানের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটলেও, বলিউডের রাজনীতির গ্রাসে পড়ে আর কতজন প্রতিভাকে হারিয়ে যেতে হবে, অরিজিতের এই ঘোষণায় সেই প্রশ্নই নতুন করে বড় হয়ে দেখা দিয়েছে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে আইসিসি-র কঠোর অবস্থানের প্রতিবাদে ২০২৬ টি-টোয়েন্টি (T20 World Cup 2026) বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে কার্যত ফেঁসে গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। একদিকে আইসিসি-র (ICC) কড়া শাস্তির ভ্রুকুটি, আর অন্যদিকে ঘরের মাঠে প্রাক্তনীদের প্রবল সমালোচনা—সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট এখন দিশেহারা। প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ হাফিজ থেকে শুরু করে প্রাক্তন […] The post T20 World Cup 2026 | বিশ্বকাপ বয়কট করলে ধ্বংস হবে পাকিস্তান ক্রিকেট! হাফিজ-খালিদদের কড়া হুঁশিয়ারিতে ব্যাকফুটে পিসিবি appeared first on Uttarbanga Sambad .
জঙ্গিপুরের সাংসদের স্ত্রী পুত্র-সহ সাতজনকে শুনানির নোটিস! কমিশনকে আক্রমণ খলিলুরের
এদিন সামশেরগঞ্জ বিডিও অফিসে শুনানিতে আসা ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি।
ট্রাম্প ঘোষিত ‘বোর্ড অফ পিস’-এ ভারত নেই, সচেতন সিদ্ধান্ত?
ট্রাম্প ঘোষিত ‘বোর্ড অফ পিস’-এ ভারত নেই। এটি সচেতন সিদ্ধান্ত। প্যালেস্তাইনের মানুষের যদি বোর্ডে স্থান না থাকে, তা অত্যন্ত দুর্ভাগ্যের।
Chiranjeet Chakraborty: টিকিট পাবেন চিরঞ্জিত? প্রশ্নের মধ্যেই ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ অভিনেতা
MLA: বিগত ১৫ বছর ধরে বারাসতের বিধায়ক থেকেছেন তিনি। তবে ছাব্বিশের ভোটের আগে বারাসতের আনাচে-কানাচে কানাঘুষো চলছিল চিরঞ্জিত চক্রবর্তী এবার আদৌ টিকিট পাবেন তো? কারণ, রাজনীতিতে খুব একটা সক্রিয় হতে দেখা যায় না বারাসত বিধানসভার এই তৃণমূল বিধায়ককে।
‘হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গিয়েছিল’, অরিজিতের প্লে-ব্যাক বিদায়ে স্তম্ভিত লগ্নজিতা, কী প্রতিক্রিয়া ইমনের?
অরিজিৎ সিংয়ের আচমকা ঘোষণায় আমজনতা থেকে সঙ্গীতশিল্পী - স্তম্ভিত প্রায় সকলেই।
বৈভবকে ছাপিয়ে সেঞ্চুরি আরসিবি তারকার, যুব বিশ্বকাপে জিম্বাবোয়েকে উড়িয়ে দিল ভারত
আইসিসি যুব বিশ্বকাপে ভারতের দাপট অব্যাহত। এবার সুপার সিক্সের একপেশে লড়াইয়ে দুর্বল জিম্বাবোয়েকে উড়িয়ে দিল বৈভব সূর্যবংশীরা।
কীভাবে বাজেট তৈরি হয়, দেশের আয়-ব্যয়ের হিসাব কষেন কারা? চেনেন নির্মলার সাত সঙ্গীকে?
১ ফেব্রুয়ারি, আগামী রবিবার বাজেট পেশ হবে লোকসভায়। এই নিয়ে নবম বার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেমন হবে এবারের বাজেট? অধীর আগ্রহে অপেক্ষায় গোটা দেশ।
EC on Nabanna: কেন ৩ রোল অবজারভারকে বদলি? নন্দিনীকে চিঠি দিল কমিশন
Nabanna: কমিশন চিঠিতে লিখেছে, ২৭ অক্টোবর ২০২৫-এর নির্দেশ মেনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্ট কোনও আধিকারিককে কমিশনের আগাম অনুমতি ছাড়া বদলি করা যাবে না। আর এই গোটা বিষয়টি দেখার কথা ছিল মুখ্যসচিবের। তবে রাজ্যের সরকার সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে তিন জন ইলেক্টোরাল রোল অবজার্ভারকে বদলি করেছে। যা একদম ঠিক হয়নি।
যমুনা এক্সপ্রেসওয়েতে ৫৮৭ কোটির বিনিয়োগ, যোগীরাজ্যে এবার তৈরি হচ্ছে ‘মেডটেক হাব’
এবার যমুনা এক্সপ্রেসওয়ে শিল্পাঞ্চল সংলগ্ন মেডিক্যাল ডিভাইসেস পার্কে পা রাখতে চলেছে প্রখ্যাত ওষুধ প্রস্তুতকারী সংস্থা শুক্রা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মঙ্গলবার ওই সংস্থাকে ১০ একর জমির বরাদ্দপত্র তুলে দিয়েছে যমুনা এক্সপ্রেসওয়ে শিল্প কর্তৃপক্ষ।
আদালতের নির্দেশ মানছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ! প্রধানমন্ত্রীকে চিঠি পরিবেশকর্মী সুভাষ দত্তর
২০১৬ ও ২০১৮ সালে শান্তিনিকেতনের পৌষমেলা নিয়ে পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয়ে জাতীয় পরিবেশ আদালতে দু'টি মামলা দায় করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। গত বছরের ২২ অক্টোবর আদালত বিশ্বভারতী কর্তৃপক্ষকে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দেওয়ার নির্দেশ দিলেও এখনও পর্যন্ত সেই রিপোর্ট জমা পড়েনি।
Arijit Singh |ভক্তদের চোখে জল, প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা অরিজিতের!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোটি কোটি শ্রোতার হৃদয় জয় করা গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) আর প্লেব্যাক না করার কথা ঘোষণা করলেন। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই বড় ঘোষণাটি করেছেন গায়ক নিজেই। তাঁর এই মন্তব্যের পর থেকেই রীতিমতো ভারাক্রান্ত অনুরাগী মহল। তবে কি তিনি অবসরের পথে হাঁটছেন? অরিজিতের গান পছন্দ করেন না, এমন কাউকে পাওয়া […] The post Arijit Singh | ভক্তদের চোখে জল, প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা অরিজিতের! appeared first on Uttarbanga Sambad .
Solar Eclipse 2026: বছরের প্রথম সূর্যগ্রহণ কবে, কতক্ষণ থাকবে, ভারত থেকে কি দেখা যাবে?
Solar Eclipse 2026: সূর্যগ্রহণ একটি বিরল জ্যোতির্বিদ্যাগত ঘটনা, যা কেবল বৈজ্ঞানিকভাবেই নয়, জ্যোতিষ এবং ধর্মীয় বিশ্বাসের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ২০২৬ সালের শুরুতেই এমন একটি বিশেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে, যা 'বলয়াকার সূর্যগ্রহণ' বা সাধারণ ভাষায় 'আগুনের বলয়' নামে পরিচিত। এই গ্রহণটি হবে বছরের প্রথম সূর্যগ্রহণ এবং তা ঘটবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে, ১৭ ফেব্রুয়ারি ২০২৬-এ। এই সূর্যগ্রহণের বিশেষত্ব হল এর বলয়াকার রূপ। বলয়াকার সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের মাঝখানে অবস্থান করলেও সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে না। ফলে সূর্যের চারপাশে আগুনের বলয়ের মত একটি উজ্জ্বল বৃত্ত দেখা যায়। এই দৃশ্য বৈজ্ঞানিকভাবে অত্যন্ত আকর্ষণীয় এবং জ্যোতিষশাস্ত্রে এটিকে শক্তিশালী শক্তি পরিবর্তনের প্রতীক হিসেবে ধরা হয়। ভারতীয় সময় অনুযায়ী ভারতীয় সময় অনুযায়ী, এই সূর্যগ্রহণের আংশিক পর্যায় শুরু হবে বিকাল ৩টা ২৬ মিনিটে। এরপর বিকাল ৫টা ১২ মিনিটে বলয়াকার বা অ্যানুলার ফেজ শুরু হবে। গ্রহণের সর্বোচ্চ পর্যায় দেখা যাবে বিকাল ৫টা ৪২ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে এই গ্রহণ সম্পূর্ণরূপে শেষ হবে। যদিও সময়সূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে ভারতের দৃষ্টিকোণ থেকে একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে—এই সূর্যগ্রহণ কি ভারতে দেখা যাবে? আরও পড়ুন- বছরে মাত্র একবার খোলে ভারতের এই ৫ মন্দির, দর্শনেই বদলে যেতে পারে ভাগ্য জ্যোতির্বিদ্যাগত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এই প্রথম সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না। এই বলয়াকার সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা, আফ্রিকার কিছু অংশ, আটলান্টিক মহাসাগর অঞ্চল, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, মোজাম্বিক, মরিশাস, তানজানিয়া, অ্যান্টার্কটিকা এবং আরও কয়েকটি দক্ষিণ আমেরিকার দেশে। ফলে ভারতবাসী এই আগুনের বলয় সরাসরি দেখতে পাবেন না, তবে জ্যোতিষগত প্রভাব অনুভূত হবে বলেই বিশ্বাস করা হয়। আরও পড়ুন- বাস্তুশাস্ত্র মেনে ঘর না মুছলে আটকে যেতে পারে লক্ষ্মীর কৃপা, ঘর মোছার আগে জেনে নিন নিয়ম! সূর্যগ্রহণের সঙ্গে সূতককাল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ধারণা। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যগ্রহণের প্রায় ১২ ঘণ্টা আগে সূতককাল শুরু হয়। এই সময়ে মন্দির বন্ধ রাখা হয় এবং পূজা-পাঠ, শুভ কাজ নিষিদ্ধ বলে মনে করা হয়। তবে যেহেতু এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান নয়, তাই শাস্ত্রমতে সূতককাল ভারতে বৈধ হবে না। অর্থাৎ, দৈনন্দিন ধর্মীয় কার্যকলাপে কোনও বাধা থাকবে না। আরও পড়ুন- বাস্তুশাস্ত্র মেনে ঘর না মুছলে আটকে যেতে পারে লক্ষ্মীর কৃপা, ঘর মোছার আগে জেনে নিন নিয়ম! এই গ্রহণের সময় সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং রাহুর সঙ্গে যুক্ত হবে। জ্যোতিষ মতে, রাহু-সূর্য যোগ একটি শক্তিশালী সংযোগ, যা মানসিক অস্থিরতা, প্রশাসনিক জটিলতা এবং সামাজিক স্তরে কিছু অস্থিরতা তৈরি করতে পারে। যদিও গ্রহণটি ভারতে দেখা যাবে না, তবুও এর প্রভাব ১২টি রাশির ওপর কোনও না কোনওভাবে পড়বে বলেই বিশ্বাস করা হয়। আরও পড়ুন- শরীরের এই অংশে কালো তিল থাকলে মেলে কষ্ট, সফলতা আসে দেরিতে বিশেষ করে সিংহ, বৃশ্চিক, কুম্ভ এবং মকর রাশির জাতকদের জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এই রাশির জাতকদের মানসিক চাপ, পারিবারিক মতবিরোধ এবং স্বাস্থ্যগত ওঠানামার সম্ভাবনা রয়েছে বলে জ্যোতিষীরা মনে করেন। তাঁরা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। অন্যদিকে, কিছু রাশির জাতকদের জন্য এটি আত্মসমীক্ষা ও পুরনো সমস্যা থেকে মুক্তির সুযোগ হিসেবেও দেখা যেতে পারে। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণও খুব কাছাকাছি সময়েই ঘটতে চলেছে। ৩ মার্চ ২০২৬ তারিখে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে, যা ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে শুরু হবে এবং এটি ভারতে দৃশ্যমান হবে। এই চন্দ্রগ্রহণের মোট সময়কাল প্রায় ১ ঘণ্টা ৩১ মিনিট। সব মিলিয়ে বলা যায়, ফেব্রুয়ারির এই বলয়াকার সূর্যগ্রহণ ভারতের আকাশে দেখা না গেলেও জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষ—উভয় ক্ষেত্রেই এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগুনের বলয়, রাহু-সূর্য যোগ এবং বছরের শুরুতেই গ্রহণের উপস্থিতি ২০২৬ সালকে একটি বিশেষ জ্যোতিষীয় বছরে পরিণত করতে চলেছে।
অবসর ঘোষণা করে অরিজিৎ সিং বললেন…’ইট ওয়াস ওয়ান্ডরফুল জার্নি’, কেন?
শুরুতেই ভক্তদের জন্য এমনই এক চরম দুঃসংবাদ বয়ে আনলেন এই তারকা শিল্পী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে ‘প্লেব্যাক’ বা সিনেমার গান গাওয়া থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যদিও তিনি স্পষ্ট করেছেন যে, গান বানানো তিনি এখনই থামিয়ে দিচ্ছেন না।
খাবার টেবিলে যুদ্ধ নয়, সহজ কৌশলে কীভাবে খুদের খাদ্যাভ্যাসে বদল আনবেন?
শাসন নয়, বুঝিয়ে শুনিয়ে শিশুকে শেখান।
দাভোসে যোগীরাজ্যের বাজিমাত, ৩ লক্ষ কোটির লগ্নি এল উত্তরপ্রদেশে
মঙ্গলবার লখনউয়ের লোক ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না এই সাফল্যের খতিয়ান তুলে ধরেন।
নিজেদের ‘বলি’দিয়ে বাংলাদেশকে সাহায্য নয়, পিসিবিকে সতর্ক করছেন প্রাক্তন পাক ক্রিকেটাররাই
আইসিসি ইতিমধ্যেই একপ্রকার হুমকি দিয়েছে বিশ্বকাপে না এলে চরম মূল্য দিতে হবে পাকিস্তানকে। মোটা আর্থিক জরিমানা, নির্বাসন, সম্প্রচার সত্ত্ব, স্পনসরশিপ বাতিল, পিএসএলে অনিশ্চয়তা এমন হাজারো সমস্যায় পড়তে হবে পাক দলকে।
Explained: ট্রাম্পের মাথাব্যথা বাড়িয়ে জোড়া ICBM তৈরি তেহরানের
Iran Defence System: ইরানের ভাণ্ডারে আজ কী আছে, শত্রুরা জানেই না। সঠিক সময়ে আস্তিনের ভিতর থেকে এমন সব অত্যাধুনিক অস্ত্র তেহরান বার করবে, যেটা শত্রুদের চমকে কিস্তিমাত করে দেবে। এমনকী ট্রাম্পের বিরুদ্ধে নাম না করে ইরানি প্রতিরক্ষামন্ত্রীর মুখপাত্রের হুঁশিয়ারি- কোনও আগ্রাসন দেখালে ইরানের আশেপাশে যত মার্কিন সেনাঘাঁটি বা সম্পত্তি রয়েছে-- একযোগে সব গুঁড়িয়ে দেবে ইরানি মিসাইল।
Arijit Singh: বলিউডে বড় ধাক্কা! প্লেব্যাক সিঙ্গিং ছাড়ছেন অরিজিৎ সিং, কী বললেন শিল্পী?
Arijit Singh Retirement: বলিউডে রোমান্টিক গানের সমার্থক নাম অরিজিৎ সিং। সেই অরিজিৎই সিনেমার প্লেব্যাক গায়ক হিসেবে অবসর নেওয়ার ঘোষণা করলেন। মঙ্গলবার, ২৭ জানুয়ারি, নিজের ব্যক্তিগত এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী শিল্পী। ব্যাটল অফ গালওয়ান ছবির সাম্প্রতিক গান ‘মাত্রুভূমি’ মুক্তির কয়েকদিন পরেই তাঁর এই ঘোষণা নতুন করে আলোড়ন ফেলেছে সংগীত মহলে। নিজের পোস্টে অরিজিৎ লেখেন, “হ্যালো, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা, যে হিসেবে আমাকে অকুণ্ঠ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনও নতুন অ্যাসাইনমেন্ট নেব না। এই অধ্যায় এখানেই শেষ করছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আর ঈশ্বর আমার প্রতি সত্যিই দয়ালু ছিলেন।” Prosenjit Chatterjee: পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রসেনজিৎ, গর্বে আবেগপ্রবণ বাবা বিশ্বজিৎ, নাতিকে নিয়ে কী বললেন? তবে অবসর মানেই সংগীতজগৎ থেকে বিদায় নয়। সে কথাও স্পষ্ট করে দিয়েছেন গায়ক। তিনি লিখেছেন, “আমি সংগীত বন্ধ করছি না। ভালো সংগীতের একজন অনুরাগী হিসেবে আমি আরও শিখতে চাই, নিজের মতো করে আরও কিছু করতে চাই। এখনও কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে, সেগুলো পূরণ করব। তাই ২০২৬ সালে আমার কিছু গান মুক্তি পেতে পারে।” উল্লেখযোগ্যভাবে, অরিজিতের কোনও অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট না থাকায় তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই এই ঘোষণা করা হয়েছে। এই পোস্ট প্রকাশ্যে আসার পরেই অনুরাগীদের মধ্যে আবেগের ঢেউ বয়ে যায়। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ এই সাহসী সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। Hiraan Chatterjee: 'বড় ব্লান্ডার...!' ভুলের মাশুল গুনছেন? বিস্ফোরক মন্তব্য হিরণের প্রাক্তন স্ত্রীর ২০১৩ সালে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘আশিকি ২’-এর কালজয়ী গান ‘তুম হি হো’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান অরিজিৎ। তাঁর আগে বাংলায় বোঝেনা সে বোঝেনা দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর একের পর এক চার্টবাস্টার গান তাঁকে বলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য কণ্ঠে পরিণত করে। ‘এ দিল হ্যায় মুশকিল’-এর টাইটেল ট্র্যাক, ‘হাওয়াইন’, ‘আপনা বানা লে’, ‘সাজনি’, ‘ভে মাহী’, ‘গেহরা হুয়া’, কিংবা সাম্প্রতিক ‘ঘর কাব আওগে’- প্রতিটি গানেই নিজের স্বাক্ষর রেখে গিয়েছেন তিনি। দু’বারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পীর অবসর ঘোষণায় সংগীতজগতে নিঃসন্দেহে এক বড় শূন্যতার সৃষ্টি হবে। তবে নতুন পথে এগিয়ে নিজের সৃষ্টিশীলতা দিয়ে শ্রোতাদের চমকে দিতে প্রস্তুত অরিজিৎ সিং- এমনটাই বিশ্বাস অনুরাগীদের।
প্লে-ব্যাককে বিদায় জানালেন অরিজিৎ সিং! গায়কের আচমকা ঘোষণায় চূড়ান্ত হতাশ অনুরাগীরা
মঙ্গলবাসরীয় সন্ধ্যায় সকলকে চমকে দিয়ে এমনই ঘোষণা গায়কের!
SIR-এর নোটিশ ঘিরে আতঙ্ক, 'বাংলাদেশে পাঠানো'-র ভয়ে মৃত্যু বৃদ্ধের! শুনানিতে চরম ভোগান্তি মালদায়
এসআইআর (SIR)-এর শুনানির নোটিশ এবং তার জেরে নাগরিকত্ব হারানোর আতঙ্কে ফের মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানা এলাকায়। মৃতের নাম শরিফুল শেখ (৬০)। পরিবারের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পাশাপাশি, মঙ্গলবার দিনভর মালদা জেলা স্কুল এবং মালদা মডেল মাদ্রাসায় চলা শুনানিতে সাধারণ মানুষের, বিশেষত বিশেষভাবে সক্ষম, বৃদ্ধ ও অসুস্থদের চরম হয়রানির ছবি উঠে এসেছে। মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের নিচু তিওরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন শরিফুল শেখ। মৃতের ছেলে আরিফুল শেখ জানান, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবার নাম ছিল ‘শরিফুল’। কিন্তু তাঁদের দুই ভাইয়ের ভোটার কার্ডে বাবার নাম রয়েছে ‘শেখ শরিফুল’। নামের এই সামান্য গরমিলের কারণেই দিন পাঁচেক আগে বাবা ও দুই ছেলের নামে শুনানির নোটিশ আসে। আরিফুলের কথায়, “নোটিশ পাওয়ার পর থেকেই বাবা আতঙ্কে ছিলেন। ভাবছিলেন নাম বাদ গেলে হয়তো বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। মঙ্গলবার স্থানীয় ব্লক অফিসে আমাদের শুনানি ছিল। কিন্তু তার আগেই সকালে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা যান।” আরও পড়ুন- Akhilesh Yadav: ‘বাংলাকে টার্গেট করতেই SIR’, মমতার প্রশংসায় পঞ্চমুখ অখিলেশ ধুয়ে দিলেন BJP-কে অন্যদিকে, মঙ্গলবার ইংরেজবাজার শহরের মালদা জেলা স্কুল এবং মডেল মাদ্রাসায় আয়োজিত শুনানি কেন্দ্রগুলিতে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। সেখানে আসা মানুষদের অভিযোগ, নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে তাঁদের। ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের বাগানপাড়া থেকে টোটো করে ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছিলেন বিশেষভাবে সক্ষম ডলি দাস। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “কী পাপ করেছি জানি না। আমি হাঁটতে পারি না, তবুও আমাকে এভাবে ডেকে পাঠানো হলো। নির্বাচন কমিশন ও প্রশাসন যেন চোখে কাপড় বেঁধে রেখেছে।” আরও পড়ুন- West Bengal News Live: দিনক্ষণ চূড়ান্ত না হলেও তৈরি ব্লু-প্রিন্ট! ফের দিল্লির দরবারে মমতা, ভোটের আগে বড় কোনও ধামাকা? ২০১২ সালে চেন্নাইয়ে কাজে গিয়ে ডান পা হারিয়েছিলেন নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের সাতঘড়িয়ার বাসিন্দা কেতাব আলি (৪৫)। এদিন ১০ কিলোমিটার দূর থেকে এক পায়ে ক্রাচে ভর দিয়ে তাঁকে আসতে হয় মালদা মডেল মাদ্রাসায়। তাঁর প্রশ্ন, “আমাদের মতো অসহায়দের বাড়িতে গিয়ে কি এই কাজটা করা যেত না? কেন এভাবে হয়রানি করা হচ্ছে?” এদিন শুনানি কেন্দ্রগুলিতে দেখা যায় মর্মান্তিক দৃশ্য। কেউ ৮০ বছরের বৃদ্ধাকে কোলে করে এনেছেন, কেউ আবার অসুস্থ বাবাকে কাঁধে করে নিয়ে এসেছেন লাইনে। খোলা আকাশের নিচে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেছেন গর্ভবতী মহিলা এবং কোলের শিশু নিয়ে মায়েরা। অভিযোগ, তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও সাধারণের জন্য পানীয় জলের ন্যূনতম ব্যবস্থাও ছিল না। আরও পড়ুন- রাজীবের পর এবার কে? পরবর্তী ডিজি নিয়োগে নয়া জট, ক্যাটের নির্দেশ চ্যালেঞ্জ করে আদালতে UPSC জানা গিয়েছে, নামের সামান্য ভুল ছাড়াও, কারও বাবার ছয় সন্তান থাকার কারণেও পারিবারিক তথ্যের যাচাইয়ের জন্য ডাক পড়েছিল অনেকের। মমতাজ বেগম, রুবেল শেখ, মামনি খাতুনদের মতো সাধারণ ভোটারদের অভিযোগ, সামান্য ভুলের জন্য অসুস্থ শরীর নিয়ে ঘণ্টার পর ঘণ্টা খোলা মাঠে বসিয়ে রেখে শাস্তি দেওয়া হচ্ছে। এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে ইংরেজবাজারের ওই দুটি শুনানি কেন্দ্র পরিদর্শন করেন মালদার সদর মহকুমাশাসক সুমন মজুমদার। তবে সাধারণ মানুষের এই ভোগান্তি বা অব্যবস্থা নিয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি।
বাজেট অধিবেশনে এসআইআর আলোচনার দাবি, সর্বদল বৈঠকে বকেয়া নিয়ে সরব তৃণমূল
সংসদে বাজেট অধিবেশন শুরু হবে, ২৮ জানুয়ারি। শেষ হবে ২ এপ্রিল। দু'টি দফায় অধিবেশন হবে।
দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ঘনিষ্ঠবৃত্তে এ কথা জানিয়ে দিয়েছেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগেই দিল্লি যাচ্ছেন মমতা। তবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। কারও কারও বক্তব্য, সংসদের অধিবেশন চলাকালীনই মমতা দিল্লি সফরে যেতে পারেন। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল তৃণমূল। এবার সেই মতোই দিল্লি যাওয়ার পথে মমতা।
দেশজুড়ে বাড়ছে অ্যাসিড হামলা! নির্যাতিতাদের পাশে থাকছে প্রশাসন? তথ্য তলব সুপ্রিম কোর্টের
আগামী চার সপ্তাহের মধ্যে আদালতকে তথ্য দেবে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলি।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে যখন চর্চা তুঙ্গে, ঠিক তখনই করিশ্মা কাপুরের বিপুল সম্পত্তির পরিমাণ নিয়ে মুখ খুললেন বলিউডের (Bollywood News) ‘খিলাড়ি’ অক্ষয় কুমার (Akshay Kumar-Karisma Kapoor)। তবে কোনো সিরিয়াস বিবাদ নয়, খাস মুম্বইয়ের বুকে দুই তারকার একে অপরের সম্পত্তি নিয়ে ‘মজাদার’ তথ্য ফাঁস এখন টিনসেল টাউনের হট […] The post Akshay Kumar-Karisma Kapoor | বান্দ্রার প্রতি বিল্ডিংয়ে ফ্ল্যাট করিশ্মার! অক্ষয়ের রসিকতার পালটা ‘জুহু’র মালিকানা ফাঁস করলেন লোলো appeared first on Uttarbanga Sambad .
‘বর্ডার ২-তে হৃদয় নিংড়ে অভিনয় করেছ’, ট্রোলিংয়ের মুখে পড়া বরুণে আপ্লুত আলিয়া
শুরু থেকেই নেটিজেনদের আপত্তি উঠেছে বরুণের অভিনয় নিয়ে। একাংশের দাবি, বরুণ ধাওয়ান অভিনয়ই পারেন না। আরেকাংশ আবার, অভিনেতার শারীরিক গড়ন নিয়ে ব্যঙ্গ করে বলছেন, এমন স্থূলকায় চেহারার জওয়ান একেবারে বেমানান!
ব্যতিক্রম নাকি নিয়ম? রবিবার বাজেট পেশ হওয়ার দিন স্থির হওয়ায় এই প্রশ্নই উঠছে।রীতি মেনে ১ ফেব্রুয়ারিই পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। এই বছর ১ ফেব্রুয়ারি রবিবার পড়ায়, জল্পনা তৈরি হয়েছিল যে ওই দিন বাজেট পেশ হবে, নাকি একদিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। পরে ক্যাবিনেট কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের দিন স্থির করা হয়। রবিবারই হবে বাজেট পেশ।
না জেনেই হীরের আংটি পরে ফেলেছেন? জেনে নিন জ্যোতিষশাস্ত্রের বিশেষ নিয়ম ও সতর্কতা
জ্যোতিষীদের মতে, যাঁদের কুণ্ডলীতে শুক্র গ্রহ দুর্বল, তাঁদের জীবনে নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে বিয়েতে দেরি হওয়া, সম্পর্কের টানাপোড়েন, আর্থিক অনটন বা শারীরিক তেজ কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে হীরে ধারণের পরামর্শ দেওয়া হয়। হীরে পরলে মানুষের আকর্ষণ শক্তি বৃদ্ধি পায় এবং শিল্পকলা, ফ্যাশন, মিউজিক বা বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসায়িক উন্নতি ঘটে।
এই ছাইয়ের সরালেই কি বেরবে আরও গলে যাওয়া লাশ?
ভিতরে এখনও অন্ততপক্ষে ২৫ জন আটকে থাকার সম্ভাবনা রয়েছে। নিখোঁজের সংখ্যা ক্রমেই বাড়ছে। পরিবারের লোক হন্যে হয়ে খুঁজছে প্রিয়জনকে। রবিবার রাত ১ টার পর আগুন লাগে গুদামে। রাতে সেসময়ে গোডাউনের মধ্যে অন্ততপক্ষে ৩০ জন ছিলেন বলে মনে করা হচ্ছে। কয়েকজন বেরিয়ে আসতে পেরেছিলেন।
Recipe |রান্নাঘরেই আসুক কাশ্মীরের সুবাস! জানুন সাবেক স্বাদের ‘রোগান জোশ’ তৈরির আসল রহস্য
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:ভোজনরসিকদের কাছে কাশ্মীরের ‘রোগান জোশ’ মানেই এক রাজকীয় অভিজ্ঞতা। এর টকটকে লাল রঙ আর মৌরি-আদার সুগন্ধে ভরা ঝোল যে কাউকে তৃপ্তি দেয়। কিন্তু রেস্তোরাঁ স্টাইলে এই পদটি বাড়িতে কীভাবে নিখুঁতভাবে তৈরি করা যায়? রন্ধন বিশেষজ্ঞরা ফাঁস করলেন সেই বিশেষ প্রণালী। রোগান জোশের প্রধান উপকরণ হলো কচি পাঁঠার মাংস। তবে এর আসল ম্যাজিক […] The post Recipe | রান্নাঘরেই আসুক কাশ্মীরের সুবাস! জানুন সাবেক স্বাদের ‘রোগান জোশ’ তৈরির আসল রহস্য appeared first on Uttarbanga Sambad .
বালুরঘাট: সরস্বতী পুজোর থিমে (Saraswati Puja Controversy) রাজ্য সরকারের সমালোচনা এবং তার জেরে দায়ের হওয়া এফআইআর (FIR)—গত কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুরের পতিরামে এই বিতর্কই ছিল তুঙ্গে। সেই মামলায় মঙ্গলবার বড়সড় স্বস্তি পেলেন অভিযুক্ত সাতজন বিজেপি নেতাকর্মী। বালুরঘাট আদালত তাঁদের আগাম জামিন মঞ্জুর করার পর এদিন জেলা বিজেপি কার্যালয়ে উৎসবের মেজাজ ধরা পড়ে। এবারে পতিরামে একটি […] The post Saraswati Puja Controversy | সরস্বতী পুজোয় ‘দুর্নীতি’ থিম বিতর্ক, জামিন পেলেন ৭ বিজেপি নেতা, সংবর্ধনা দিয়ে বিজয়োল্লাস বালুরঘাটে appeared first on Uttarbanga Sambad .
বাস্তু না মেনে বাড়িতে এভাবে রেখেছেন আয়না, লাগিয়ে রাখেন টিপও? ডেকে আনছেন সর্বনাশ!
আয়না বাড়িতে রাখার ক্ষেত্রে এই ভুলগুলি করছেন কিনা, তা ভেবে দেখুন।
শ্রমিকদের মৃত্যু, পড়ে আছে রেজিস্ট্রারের খাতা, যদি এই ঘরে আগুন পৌঁছত…
ঘটনার ২৪ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছল ফরেনসিক টিম। পুরো এলাকা খতিয়ে দেখছে তারা। একটি ঘর রয়েছে, যেখানে আগুন স্পর্শ করতে পারেনি। পড়ে রয়েছে প্রচুর জামাকাপড়, রেজিস্ট্রারের খাতাটাও রয়েছে অক্ষত। ধ্বংসস্তূপের ভিতর থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। ছাই পেরিয়ে স্বজনের খোঁজে এগোচ্ছেন অনেকে।
১৯ মার্চ পর্যন্ত এই ৩ রাশির জাতকরা ভুলেও পরবেন না কালো পোশাক! সতর্ক করছেন জ্যোতিষী
প্রসিদ্ধ জ্যোতিষী ডঃ বাসবরাজ গুরুজী সম্প্রতি এক চাঞ্চল্যকর পূর্বাভাসে জানিয়েছেন যে, আসন্ন চৈত্র মাস অর্থাৎ ১৯ মার্চ পর্যন্ত ১২টি রাশির মধ্যে তিনটি বিশেষ রাশির জাতক-জাতিকাদের কালো রঙের পোশাক এড়িয়ে চলা উচিত।
New Railway Line |উত্তরবঙ্গে রেলের বড় উপহার! গাজোল থেকে ডালখোলা নতুন রেলপথের অনুমোদন দিল কেন্দ্র
রায়গঞ্জ: উত্তর দিনাজপুর ও মালদা জেলার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। উত্তরবঙ্গের রেল মানচিত্রে যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। মঙ্গলবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে চিঠি দিয়ে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলপথের (New Railway Line) কাজ শুরুর অনুমোদন দিয়েছেন। এই প্রকল্পে রায়গঞ্জ-ডালখোলা, গাজোল-ইটাহার এবং রায়গঞ্জ-ইটাহার রুটে নতুন রেললাইন নির্মাণের সবুজ সংকেত দিয়েছে […] The post New Railway Line | উত্তরবঙ্গে রেলের বড় উপহার! গাজোল থেকে ডালখোলা নতুন রেলপথের অনুমোদন দিল কেন্দ্র appeared first on Uttarbanga Sambad .
রাজনীতিতে পা রাখা অভিনেতা বিজয়য়ের দেখা মিলল 'জননায়গান' (Jana Nayagan) ছবিতে। এইচ. বিনোথ পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছে কে.ভি.এন. প্রোডাকশন। ঘোষণা করা হয়েছিল যে 'জননায়গান' ছবিটি ৯ জানুয়ারী মুক্তি পাবে। তার আগে, ডিসেম্বরে ছবিটির সেন্সর সার্টিফিকেটের জন্য আবেদন করা হয়েছিল। ছবিটি দেখে সেন্সর বোর্ড কমিটি, ধর্ম এবং নিরাপত্তা বাহিনীর সাথে সম্পর্কিত দৃশ্য থাকার কারণে ছবিটি পর্যালোচনা কমিটির কাছে পর্যালোচনার জন্য সুপারিশ করেছিল। এর বিরুদ্ধে, কেভিএন-এর দায়ের করা মামলার শুনানিকারী মাদ্রাজ হাইকোর্টের বিচারক পি.ডি. আশা বলেন যে পর্যালোচনা কমিটির পর্যালোচনার সুপারিশ অবৈধ। তিনি সেন্সর বোর্ডকে 'জননায়কন' ছবিটিকে অবিলম্বে সেন্সর সার্টিফিকেট জারি করার নির্দেশ দেন। আরও পড়ুন: চার দিনেই ২০০ কোটির দোরগোড়ায় ‘বর্ডার ২’, রেকর্ড ভাঙল অনেক ছবির সেন্সর বোর্ড তাৎক্ষণিকভাবে এই আদেশের বিরুদ্ধে আপিল করে এবং একক বিচারকের আদেশের উপর স্থগিতাদেশ দেয়। এর পর, 'জননায়কন' ছবিটির মুক্তি স্থগিত করা হয়। পরে, প্রধান বিচারপতি এম.এম. শ্রীবাস্তব এবং বিচারপতি জি. অরুলমুরুগনের সমন্বয়ে গঠিত প্রথম বেঞ্চ আপিল মামলার শুনানি করে এবং তারিখ উল্লেখ না করে রায় স্থগিত করে ২০ তারিখে আদেশ জারি করে। এই পরিস্থিতিতে, আজ, ২৭ জানুয়ারি মামলার রায় দেওয়া হয়। আরও পড়ুন: ১২ কোটির গাড়ি কেনার ভালোলাগা ১৫ মিনিট! বাদশার কথায় চমক জন নায়কন মামলায় মাদ্রাজ হাইকোর্ট কি জানাল? দ্রুততার সাথে আদেশ দেওয়ার আগে বিচারপতি আশার উচিত ছিল সিবিএফসি-কে পাল্টা হলফনামা দাখিল করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া, এই কথা উল্লেখ করে ডিভিশন বেঞ্চ বলেছে যে, একক বিচারক এখন সিবিএফসি-র জন নায়কন চলচ্চিত্রটিকে রিভাইজিং কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্তটি সঠিক কি না, তা নির্ধারণ করতে স্বাধীন, বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। আদালত চলচ্চিত্রটির প্রযোজক কেভিএন প্রোডাকশনস এলএলপি-কেও মামলাটির দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করার অনুমতি দিয়েছে। ডিভিশন বেঞ্চ চলচ্চিত্রটির নির্মাতাদের তাদের আবেদন সংশোধন করতে এবং সেইসাথে চলচ্চিত্রটিকে রিভাইজিং কমিটির কাছে পাঠানোর সার্টিফিকেশন বোর্ডের চেয়ারপারসনের আদেশটিকেও চ্যালেঞ্জ করতে বলেছে। আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে কোন সিনেমা বক্স অফিস কাঁপাল ‘বর্ডার ২’ নাকি ‘ধুরন্ধর’?
আশাহত করেছেন মোদি, সিঙ্গুর এবার মমতার বার্তার অপেক্ষায়
প্রধানমন্ত্রীর পর আগামিকাল বুধবার সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় দু'লক্ষ লোক হাজির করানোর টার্গেট নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
Indian Cricket Team: ভারতের প্রাক্তন ক্রিকেটার জেকব মার্টিনের (Jacob Martin) নাম আপনারা অনেকেই শুনেছেন। বিগত কয়েকবছর তিনি কোনও আলোচনায় ছিলেন না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আচমকা তিনি সংবাদ শিরোনামে উঠে আসেন। নেশায় চুর হয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি। আর সেকারণে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। আরও পড়ুন: Indian Cricket Team: ডিমোশন হতে পারে রোহিত-বিরাটের, সেন্ট্রাল কনট্র্যাক্টে বড়সড় বদলের পথে BCCI স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, অকোটায় ডান্ডিয়া বাজার ব্রিজের উপর এমজি হেক্টর গাড়ি চালাচ্ছিলেন জেকব মার্টিন। নেশায় চুর হয়ে থাকার কারণে গাড়ির উপর থেকে তিনি নিয়ন্ত্রণ হারান। সঙ্গে সঙ্গে দু-তিনটে গাড়িতেও ধাক্কা মারেন তিনি। এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অকোটা পুলিশ। তাঁর বিরুদ্ধে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের অভিযোগ দায়ের করা হয়েছে। আরও পড়ুন: Indian Cricket Team: ভারত হারতেই রেগে আগুন, ভরা বাজারে বোমা ফাটালেন গাভাসকার জীবন যুদ্ধে লড়াই করেছেন মার্টিন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ৭ বছর আগে বরোদায় একটি ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন মার্টিন। এই ঘটনার তাঁর লিভার এবং ফুসফুস মারাত্মক জখম হয়েছিল। চিকিৎসার জন্য জেকবের পরিবারের কাছে পর্যাপ্ত অর্থও ছিল না। পরিবারের তরফ থেকে আর্থিক তহবিল গড়ে তোলার অনুরোধও করা হয়েছিল। খবর পেয়ে বিসিসিআই, বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বেশ কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগতভাবে তাঁকে আর্থিক সাহায্য করেছিলেন। আরও পড়ুন: Top 5 Indian Cricketers Injured: টিম ইন্ডিয়া যেন 'মিনি হাসপাতাল', চোটে কাহিল এই ৫ তারকা ক্রিকেটার দুর্দান্ত অলরাউন্ডার ছিলেন জেকব উল্লেখ্য, বরোদার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে কোচিং করিয়েছিলেন জেকব মার্টিন। ভারতের হয়ে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ১০ ওয়ানডে ম্য়াচ খেলেছিলেন। ইতিমধ্যে তাঁর ব্যাটিং গড় ছিল ২২.৫৭। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৯৯ সালে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্য়াচ খেলেছিলেন জেকব। আরও পড়ুন: Indian Cricketer Death: খেলা চলাকালীন আচমকা হার্ট অ্যাটাক, মাঠেই লুটিয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটার! শোকের ছায়া দেশজুড়ে অন্যদিকে, মার্টিনের নেতৃত্বে বরোদা ২০০০-০১ মরশুমে বরোদা রনজি ট্রফি জয় করেছিল। ঘরোয়া ক্রিকেটে তিনি বরোদার পাশাপাশি রেলওয়ের হয়ে প্রতিনিধিত্ব করেন। নয়ের দশকে মার্টিন টিম ইন্ডিয়ার যথেষ্ট নজরকাড়া একজন অলরাউন্ডার ছিলেন।
China: আমেরিকাকে পরমাণু বোমার গোপন নথি বিক্রি, অভিযুক্ত শীর্ষ চিনা সেনাকর্তা
চিনের পরমাণু অস্ত্র প্রকল্পের তদারকি যে সরকারি এজেন্সি করে, সেই এজেন্সির একজন শীর্ষকর্তা এই ঝ্যাং। ওই এজেন্সি-ই লালচিনের পরমাণু বোমার রিসার্চ, ডেভলপমেন্ট ও প্রোকিওরমেন্টের কাজ করে থাকে। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, এজেন্সিতে নিজের পদাধিকারকে কাজে লাগিয়ে মোটা ডলারের বিনিময়ে ঝ্যাং সব গোপন তথ্য ওয়াশিংটনে পাচার করেছেন। সেই টাকা আবার নিজের পদোন্নতিতে 'ঘুষ' দেওয়ার কাজেও ব্যবহার করছিলেন।
শিল্পার রেস্তরাঁয় মিলবে মুফতে খানা! লাইন লাগালেন কোটিপতিরাও
রাজ-শিল্পার জীবনে আইনি বিতর্কের অভিশাপ যেন কিছুতেই কাটতে চাইছে না!
Anandapur Fire: ‘ছেলেটা IPS হতে চেয়েছিল’, আনন্দপুরের আগুনই ছাড়খাড় করল সব স্বপ্ন
Kolkata: মূলত, কেউ পরিবারের অর্থের অভাব মেটাতে, কেউ আবার ঝোঁকের মাঝেই ছুটত আনন্দপুরে। কিন্তু পরিবারের মানুষজন বোঝেননি সেই আনন্দ নাম তাঁদের জীবনে কতটা নিরানন্দ ডেকে আনবে। আনন্দপুর অগ্নিকাণ্ডে তমলুক ব্লকের শালিকাগড়চক, ধনিচকের দু'টি গ্রামের প্রায় ছ'জন নিখোঁজ।
Matangini Hazra: মাতঙ্গিনী হয়ে গেলে ‘মানতাগিনী’! তীব্র প্রতিবাদ বীরাঙ্গনার পরিবারের
একবার নয়, বারবার মাতঙ্গিনী হাজরাকে অপমান করা হচ্ছে বলে দাবি পরিবারের। র আগে এক বিজেপি নেতা মাতঙ্গিনীকে মুসলিম পরিবারের সদস্য বলে উল্লেখ করেছিলেন। বারবার এরকম ভুল করে মাতঙ্গিনীকে অপমান করা হচ্ছে বলে সরব হয়েছেন মাতঙ্গিনীর পরিবারের সদস্যরা। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।
মধ্যরাতে মদ খেয়ে স্টিয়ারিং হাতে বেপরোয়া, দুর্ঘটনার পরই গ্রেপ্তার প্রাক্তন ভারতীয় ব্যাটার
অভিযুক্ত এই ক্রিকেটার খেলেছেন ভারতের জাতীয় দলের জার্সিতে। পাকিস্তানের বিরুদ্ধে স্মরণীয় ইনিংসও রয়েছে তাঁর।
করিনার বয়স ধরে রাখার রহস্য জানেন? কী রুটিন মেনে চলেন অভিনেত্রী?
করিনার ফিটনেস রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ স্ট্যান্ডিং ডাম্ববেল ক্রসওভার টো টাচ। এই এক্সারসাইজে শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ে মাসল অ্য়াকটিভ হয়। সব মিলিয়ে তাঁর ওয়ার্কআউট রুটিন এমনভাবে সাজানো, যাতে শরীরের প্রতিটি অংশের মাসল সচল থাকে।
Once a Year Open Temples in India: ভারতকে মন্দিরের দেশ বলা হয়, কারণ এখানে প্রতিটি রাজ্য, প্রতিটি অঞ্চলের সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা বিশ্বাস, ইতিহাস এবং পৌরাণিক কাহিনি। বেশিরভাগ মন্দির সারা বছরই খোলা থাকে, কিন্তু ভারতের কিছু মন্দির এমন রয়েছে যেগুলি বছরে মাত্র একবার ভক্তদের জন্য দরজা খুলে যায়। এই মন্দিরগুলি শুধুমাত্র উপাসনার স্থান নয়, বরং বিশ্বাস করা হয় যে এখানে একবার দর্শন করলেই মানুষের ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এই মন্দিরগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে অলৌকিক ঘটনা, রহস্যময় ঐতিহ্য এবং শতাব্দী প্রাচীন লোকবিশ্বাস। হাসনাম্বা মন্দির কর্ণাটকের হাসান জেলায় অবস্থিত হাসনাম্বা মন্দির এমনই এক বিস্ময়কর স্থান। এই মন্দিরটি দেবী হাসনাম্বার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং বছরে মাত্র একবার, দীপাবলির সময় প্রায় ১০ দিনের জন্য খোলা থাকে। বিশ্বাস করা হয়, মন্দিরের ভিতরে থাকা প্রদীপ সারা বছর ধরে নিভে না গিয়ে জ্বলতে থাকে এবং নিবেদন করা ফুল ও প্রসাদ দীর্ঘ সময় তাজা থাকে। স্থানীয়দের মতে, দেবী সারা বছর ভক্তদের রক্ষা করেন বলেই দরজা বন্ধ থাকে এবং দীপাবলির সময় তাঁর শক্তি সর্বাধিক সক্রিয় হয়। নাগেশ্বর মন্দির মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার নাগেশ্বর মন্দিরও বছরে মাত্র একদিন ভক্তদের জন্য খোলে। নাগ পঞ্চমীর দিন এই মন্দিরের দরজা খোলা হয় এবং ভগবান শিব ও সর্পদেবতার বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। একাদশ শতকে নির্মিত এই মন্দিরের মূর্তিতে শিবকে দশ মাথাওয়ালা সর্পের ওপর বসে থাকতে দেখা যায়। লোককথা অনুযায়ী, তক্ষক নাগ এখানে সারা বছর অবস্থান করেন এবং নাগ পঞ্চমীর দিন ভক্তদের দর্শনের সুযোগ দেন। আরও পড়ুন- বাস্তুশাস্ত্র মেনে ঘর না মুছলে আটকে যেতে পারে লক্ষ্মীর কৃপা, ঘর মোছার আগে জেনে নিন নিয়ম! রাবণ মন্দির উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত দশানন বা রাবণ মন্দির ভারতের অন্যতম ব্যতিক্রমী মন্দির। এই মন্দিরটি বছরে মাত্র একদিন, দশেরার দিন খোলে। এখানে রাবণকে খলনায়ক হিসেবে নয়, বরং এক মহান শিবভক্ত, পণ্ডিত ও বিদ্বান হিসেবে পূজা করা হয়। এই বিশ্বাস ভারতীয় পৌরাণিক ধারার ভিন্ন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে এবং দর্শনার্থীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। আরও পড়ুন- নুন বা হলুদ নয়, স্নানের জলে এই জাদুকরি বস্তু মিশলেই কুনজর থেকে রাহু-কেতু সব থাকবে বশে গুন্ডিচা মন্দির ওড়িশার পুরীতে অবস্থিত গুন্ডিচা মন্দির সারা বছর প্রায় বন্ধ থাকে, তবে বার্ষিক জগন্নাথ রথযাত্রার সময় নয় দিনের জন্য মন্দিরটি খুলে দেওয়া হয়। এই সময় ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা এখানে অবস্থান করেন। বিশ্বাস করা হয়, এই নয় দিনের দর্শন জীবনে শান্তি, সমৃদ্ধি ও পুণ্য নিয়ে আসে। আরও পড়ুন- শরীরের এই অংশে কালো তিল থাকলে মেলে কষ্ট, সফলতা আসে দেরিতে সোমেশ্বর মন্দির মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত সোমেশ্বর মহাদেব মন্দির বছরে মাত্র একবার, মহাশিবরাত্রির দিন খোলে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, চন্দ্রদেব এখানে ভগবান শিবের আরাধনা করে রাজা দক্ষের অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন। ঐতিহাসিক কারণে মন্দিরটি সারা বছর বন্ধ থাকে, কিন্তু মহাশিবরাত্রির দিনে ভক্তদের ঢল নামে। আরও পড়ুন- নিজের ভুল দেখতে পায় না, আত্মগরিমায় নিমগ্ন থাকে! নিজেকে ভালবাসায় 'শিল্পী' এই ৫ রাশি এই মন্দিরগুলির বিশেষত্ব শুধু তাদের খোলার সময়সীমায় সীমাবদ্ধ নয়, বরং এগুলির সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বাস, ইতিহাস এবং আধ্যাত্মিক শক্তিতেই লুকিয়ে রয়েছে প্রকৃত আকর্ষণ। অনেক ভক্ত বিশ্বাস করেন, জীবনে একবার হলেও এই মন্দিরগুলিতে দর্শন করলে মানসিক শান্তি, সৌভাগ্য এবং ইতিবাচক পরিবর্তন অনুভব করা যায়। সতর্কীকরণ এই তথ্যগুলি ধর্মীয় বিশ্বাস, লোককথা ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে সংগৃহীত। এর বৈজ্ঞানিক প্রমাণ না-ও থাকতে পারে।
হেরে ‘ভূত’আরজেডি-র নতুন ‘বায়না’! ব্যালটে ভোট চেয়ে পথে নামছেন লালু পুত্র তেজস্বী
গতবছর বিহার বিধানসভা নির্বাচনে লজ্জাজনক হারের সম্মুখিন হয় আরজেডি। আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায় তাদের। প্রায় হারের মুখ থেকে ফিরে এসে কোনওমতে বিধানসভায় বিরোধী দলনেতা হয়েছেন তেজস্বী যাদব।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের মে মাসে। দক্ষিণ কলকাতার হরিদেবপুরের বাসিন্দা দেবজ্যোতি মল্লিক পুরীতে হোটেলে বুক করতে গিয়ে প্রতারণার শিকার হন।
ব্লাড প্রেসারের রোগীদের কি সারাজীবন ওষুধ খেতেই হয়? কী বলছেন চিকিৎসক
তবে চিকিৎসকরা বলছেন, যাদের রক্তচাপ সামান্য মাত্রায় বেশি এবং যাদের কোনও জটিল রোগ নেই, তাঁদের ক্ষেত্রে প্রথমে জীবনযাত্রা বদলের উপর জোর দেওয়া দরকার। নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, লবণ কম খাওয়া, ধূমপান ও মদ্যপান বন্ধ করা এবং মানসিক চাপ কমালে অনেক রোগীর রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। এই ক্ষেত্রে চিকিৎসকরা অনেক সময়তেই ওষুধের মাত্রা ধীরে ধীরে কমিয়ে দেন, প্রয়োজনে বন্ধও করে দেন।
সন্তানের রেজাল্ট খারাপের কারণ কি বাড়ির পরিবেশ? গবেষণায় উঠে এল অবাক করা তথ্য
গবেষণাটি প্রায় ৯ হাজার শিশুকে নিয়ে করা হয়েছে। শিশুদের বাড়ির পরিবেশ, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, স্কুলে উপস্থিতি এবং একাডেমিক ফলাফল এই সমস্ত দিক একসঙ্গে বিশ্লেষণ করা হয়েছে।গবেষণায় দেখা গেছে, যেসব বাড়িতে অতিরিক্ত ভিড়, স্যাঁতসেঁতে দেওয়াল ও আর্দ্রতা, পর্যাপ্ত আলো ও বাতাসের অভাব, নির্দিষ্ট পড়ার জায়গার ঘাটতি রয়েছে, সেই পরিবেশে বড় হওয়া শিশুরা বছরে গড়ে স্কুলের বেশি দিন অনুপস্থিত থাকে।
ববি দেওল ও সানি দেওলের সম্পত্তির পার্থক্য জানেন? জানলে চমকে উঠবেন!
নব্বইয়ের দশকে বলিউডে জনপ্রিয় নায়ক হিসেবে পরিচিত ববি দেওল দীর্ঘ বিরতির পর আবারও কাজে ফিরেছেন। ‘বর্ষাত’, ‘গুপ্ত’, ‘সোলজার’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর ‘আশ্রম’, ‘অ্যানিম্যাল’-এর মতো প্রজেক্টে কাজের মাধ্যমে তিনি ফিরে এসেছেন নতুন প্রজন্মের কাছে। তাঁকে আবার কাজে ফিরতে দেখে খুশি তাঁর ভক্তরা। অভিনেতার নতুন কাজ আসার অপেক্ষায় ভক্তরা। জানেন অভিনেতার সম্পত্তি কত? ববি দেওল আর সানি দেওলের সম্পত্তির পার্থক্য শুনলে অবাক হবেন।
দমকল ও পুলিশ তদন্ত শুরু করেছে। আজ, মঙ্গলবার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। রবিবার ভোর প্রায় ৩টে নাগাদ আগুন লাগে।
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর সময় বিএসএফের হাতে ধরা পড়ল পাঁচ বাংলাদেশি যুবক। এই ঘটনায় অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের পান্নাপুর সীমান্ত এলাকায়। ধৃতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাঁচ বাংলাদেশির নাম মহম্মদ কাউসার, মহম্মদ রজব আলি, মহম্মদ আলামিন নবি, মহম্মদ রবিউল আলম এবং রকি সেখ। এদের সকলেরই বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। অন্যদিকে, ধৃত ভারতীয় দালালের নাম রিপন বিশ্বাস। তার বাড়ি হবিবপুরের পান্নাপুর এলাকাতেই। স্থানীয় সূত্রে খবর, হবিবপুর থানার পান্নাপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাটির অনেকটাই কাঁটাতারহীন এবং উন্মুক্ত। সোমবার গভীর রাতে এই সুযোগ কাজে লাগিয়েই দালাল রিপন বিশ্বাসের সাহায্যে ওই পাঁচ বাংলাদেশি যুবক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় সীমান্তে টহল দিচ্ছিল বিএসএফ-এর ৮৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। তাদের সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই জওয়ানরা তাদের পিছু ধাওয়া করে এবং ছয়জনকেই হাতেনাতে ধরে ফেলে। আরও পড়ুন- Akhilesh Yadav: ‘বাংলাকে টার্গেট করতেই SIR’, মমতার প্রশংসায় পঞ্চমুখ অখিলেশ ধুয়ে দিলেন BJP-কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। পুলিশ জানতে পেরেছে, ধৃত ভারতীয় নাগরিক রিপন বিশ্বাস দীর্ঘদিন ধরেই সীমান্তে চোরাচালান এবং অনুপ্রবেশকারী চক্রের সঙ্গে যুক্ত। তার কাজ ছিল মোটা টাকার বিনিময়ে বাংলাদেশিদের এপারে নিয়ে আসা এবং নিজের বা অন্য ডেরায় সাময়িক আশ্রয় দেওয়া। এরপর কৌশলে তাদের ভিন রাজ্যে শ্রমিকের কাজে পাঠিয়ে দেওয়া হতো। আরও পড়ুন- রাজীবের পর এবার কে? পরবর্তী ডিজি নিয়োগে নয়া জট, ক্যাটের নির্দেশ চ্যালেঞ্জ করে আদালতে UPSC তদন্তে আরও জানা গেছে, ধৃত ওই পাঁচ বাংলাদেশি বেশ কিছুদিন আগেই মালদার এই পান্নাপুর সীমান্ত দিয়েই ভারতে প্রবেশ করেছিল। এরপর তারা চেন্নাইতে গিয়ে প্রায় তিন মাস দিনমজুরের কাজ করে। গত সপ্তাহে তারা সেখান থেকে ফিরে এসে রিপনের বাড়িতে আশ্রয় নেয় এবং ফের বাংলাদেশে ফেরার পরিকল্পনা করে। কিন্তু শেষরক্ষা আর হয়নি। আরও পড়ুন- West Bengal News Live: দিনক্ষণ চূড়ান্ত না হলেও তৈরি ব্লু-প্রিন্ট! ফের দিল্লির দরবারে মমতা, ভোটের আগে বড় কোনও ধামাকা? মঙ্গলবার বিএসএফ ধৃতদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ এদিনই তাদের মালদা আদালতে পেশ করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। রিপনের এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আসছে ‘অ্যানিম্যল’ ছবির সিক্যুয়েল, মুক্তি নিয়ে কী বললেন রণবীর কাপুর?
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'অ্যানিম্যল' বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। ছবির শেষ অংশে পোস্ট-ক্রেডিট সিনের মাধ্যমে দর্শকদের জন্য সিক্যুয়েলের ইঙ্গিত রাখা হয়েছিল। সেই থেকেই 'অ্যানিম্যল পার্ক' নামটি নিয়ে শুরু হয় আলোচনা। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন রণবীর নিজেই।
খুশকি ভেবে ড্রাই স্ক্যাল্পের চিকিৎসা করছেন না তো?
অন্যদিকে, মাথায় পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে ড্রাই স্ক্যাল্পের সমস্যা হয় । এই ক্ষেত্রে ফ্লেকস সাধারণত ছোট, সাদা ও শুকনো হয় এবং সহজেই ঝরে পড়ে। স্ক্যাল্প টানটান লাগে, কখনও হালকা চুলকানি হতে পারে। কিন্তু তৈলাক্ত ভাব থাকে না। তবে শুধু স্ক্যাল্পেই নয় শরীরের অন্যান্য অংশেও শুষ্ক ত্বকের সমস্যা হতে পারে।
প্রিয় পোষ্যকে নিয়ে বিমানে উঠবেন? সঠিক নিয়ম না জানলেই বিপদ!
কেবিনে পোষ্য নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক ক্যারিয়ার নির্বাচন। ক্যারিয়ারটি অবশ্যই এয়ারলাইন-অনুমোদিত হতে হবে এবং এমন আকারের হতে হবে, যাতে পোষ্য স্বচ্ছন্দে বসতে, দাঁড়াতে ও ঘুরে দাঁড়াতে পারে। তবে পাশাপাশি ক্যারিয়ারটিকে বাধ্যতামূলকভাবে যাত্রী আসনের নিচে ঢুকে যাওয়ার মতো মাপের হতে হবে । পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকলে কেবিনে পোষ্যের অস্বস্তি হতে পারে।
স্বাস্থ্য সাথী কার্ডে কোন রোগের জন্য কত টাকা বরাদ্দ? কীভাবে জানবেন? রইল সহজ উপায়
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে ইতিমধ্যেই রাজ্যের লাখ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, এই প্রকল্পের আওতায় একটি পরিবারের বছরে সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ সরকার বহন করবে সরকার। সরকারী ওয়েব সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটি একটি ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা,
অস্ট্রেলিয়ার পথে গোয়া! সৈকত রাজ্যে নাবালকদের জন্য বন্ধ হচ্ছে সোশাল মিডিয়া
মেটার একাধিক সোশাল মিডিয়া প্লাটফর্ম, গুগলের ইউটিউব এবং এক্সের মতো টেক জায়ান্টদের অন্যতম বাজার ভারত। যদিও দেশে সমাজমাধ্যম ব্যবহার নিয়ে কোনও বিধিনিষেধ নেই।
ফের জুটিতে অক্ষয়-করিশ্মা! জানেন কোথায় ঘটল এই ঘটনা?
অভিনেতা বলেন, ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ,তিনি তখন নতুন অভিনেতা, তাই বেশ অনেকটাই নার্ভাস ছিলেন। সেই সময় করিশ্মার সহযোগিতাতেই ভয় কাটাতে পেরেছিলেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে সেই পুরনো দিনের কথা বলতে গিয়ে স্পষ্টভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা।
শীতে ঠোঁট ও গালে আসুক গোলাপী আভা, বাড়িতেই বানান হার্বাল টিন্ট
বাজারের দামি ব্র্যান্ডের বদলে এখন বাড়িতে বানিয়ে ফেলা যায় আকর্ষণীয় 'লিপ অ্যান্ড চিক টিন্ট'। এতে ত্বকও থাকে সুরক্ষিত, আবার পকেটও বাঁচে। ঘরোয়া পদ্ধতিতে বানাতে পারেন ফুড কালারিং টিন্ট, বিটরুট টিন্ট কিংবা হিবিকাস টিন্ট।
Anandapur Fire Inciedent |আনন্দপুর অগ্নিকাণ্ড: ছাইয়ের স্তূপে হাড়ের টুকরো! আটক মালিক, দায় কার?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আনন্দপুরের হাড়হিম করা অগ্নিকাণ্ডের (Anandapur Fire Inciedent) ৪২ ঘণ্টা পর অবশেষে আটক হলেন গুদাম মালিক গঙ্গাধর দাস। মঙ্গলবার বারুইপুরের (Baruipur) বাড়ি থেকে বেরোনোর সময় তাকে পাকড়াও করে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police)। বর্তমানে তাঁকে বারুইপুর জেলা পুলিশ দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু নিশ্চিত করা […] The post Anandapur Fire Inciedent | আনন্দপুর অগ্নিকাণ্ড: ছাইয়ের স্তূপে হাড়ের টুকরো! আটক মালিক, দায় কার? appeared first on Uttarbanga Sambad .
I-Pac Case: কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়ে সংসদে আলোচনা প্রয়োজন, দাবি তৃণমূলের
Delhi: তবে, মুখ্যমন্ত্রীর দাবি এই নিয়ে ইডি এসেছিল তৃণমূলের যাবতীয় প্রার্থী তালিকা ও আসন্ন নির্বাচন সংক্রান্ত সব তথ্য নেওয়ার জন্য। এই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও, তাতে ধাক্কা খায় তৃণমূল। কোর্ট নির্দেশ দেয় মমতা বন্দ্যোপাধ্যায় যা যা নথি নিয়ে গিয়েছেন তা সব যেন সংরক্ষণ করা হয়।
Border 2: চার দিনেই ২০০ কোটির দোরগোড়ায় ‘বর্ডার ২’, রেকর্ড ভাঙল অনেক ছবির
প্রজাতন্ত্র দিবসের ছুটিকে পুঁজি করে বক্স অফিসে কার্যত ইতিহাস গড়ে ফেলল সানি দেওল অভিনীত ও অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ (Border 2)। মুক্তির চতুর্থ দিনেই ছবিটির মোট আয় পৌঁছেছে প্রায় ১৯৪ কোটি টাকায়। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে ছবিটির আয় হয়েছে ৫৯ কোটি টাকা, যা মুক্তির পর থেকে সর্বোচ্চ একদিনের কালেকশন। এই বিপুল আয়ের ফলেই বিশ্বব্যাপী বক্স অফিসে ‘বর্ডার ২’-এর মোট সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ২৩৬.২০ কোটি টাকায়। বর্ডার ২ বক্স অফিস কালেকশন ৪র্থ দিন 'বর্ডার ২' প্রজাতন্ত্র দিবসের চার দিন আগে সিনেমা হলে মুক্তি পায়। ছবিটি প্রথম দিনে ৩০ কোটি টাকা আয় করে। দ্বিতীয় দিনে ৩৬.৫০ কোটি টাকা এবং তৃতীয় দিনে ৫৪.৫ কোটি টাকা আয় করে। তবে, প্রজাতন্ত্র দিবসে অথবা মুক্তির চতুর্থ দিনে বর্ডার ২ ৫৯ কোটি টাকা আয় করে। মুক্তির পর থেকে এটি একদিনে সর্বোচ্চ আয়কারী ছবি। 'বর্ডার ২' ছবির মোট আয়ের কথা বলতে গেলে, এটি এখন পর্যন্ত ১৮০ কোটি টাকা আয় করেছে। প্রজাতন্ত্র দিবসে ভারতীয় বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে স্থান পাওয়ার সুযোগ হাতছাড়া করে ছবিটি, তবে পঞ্চম দিনে এই জাদুকরী অঙ্কে পৌঁছাতে পারে। 'বর্ডার ২' কেবল ভারতীয় বক্স অফিসেই ভালো ব্যবসা করেনি। বিশ্বব্যাপীও এটি শক্তিশালী আয় করেছে। ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২৩৯.২০ কোটি টাকা আয় করেছে। জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ভারতীয় ছবির বিশ্বব্যাপী আয়ের তালিকায় এটি দ্বিতীয় স্থানে রয়েছে। এটি দক্ষিণ ভারতীয় ছবি রাজা সাব-এর আয়কে ছাড়িয়ে গেছে, যা বিশ্বব্যাপী আয় করেছে ২০৫.৬৬ কোটি টাকা। আরও পড়ুন: ১২ কোটির গাড়ি কেনার ভালোলাগা ১৫ মিনিট! বাদশার কথায় চমক 'বর্ডার ২' শাহরুখ খানের 'পাঠান'-এর চতুর্থ দিনের আয়কে ছাড়িয়ে গেছে, যা চতুর্থ দিনে আয় করেছে ৫১.৫ কোটি টাকা। সানি দেওল তাঁর ছবি গদর ২-এর চতুর্থ দিনের আয়ের রেকর্ডও ভেঙে দিয়েছেন। গদর ২ চতুর্থ দিনে আয় করেছে ৩৮.৭০ কোটি টাকা। আরও পড়ুন: ক্রাচে হেঁটেও মুখে হাসি! শরীরের অন-অফ সুইচয়ের গল্প শোনালেন হৃতিক রোশন উল্লেখযোগ্যভাবে, ‘বর্ডার ২’ মুক্তির প্রথম চার দিনের আয়ের নিরিখে গত মাসে মুক্তিপ্রাপ্ত আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত সুপারহিট ছবি ‘ধুরন্ধর’-কেও ছাড়িয়ে গেছে। ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রের তালিকায় নিজের জায়গা পাকা করেছে।
নতুন অতিথির অপেক্ষায় লিন–রণদীপ হুডা, সাধের অনুষ্ঠানে কী কী ঘটল?
স্ত্রীর পাশে শান্ত ও খুশির মেজাজে ক্যামেরা বন্দি হয়েছেন রণদীপ। কখনও লিনের দিকে তাকিয়ে মুচকি হাসি, কখনও অতিথিদের সঙ্গে গল্প সব মিলিয়ে বোঝা যাচ্ছিল, এই মুহূর্তটা তাঁদের কাছে কতটা স্পেশাল। একটি ছবিতে দুজনকে একসঙ্গে ছোট্ট শিশুর মোজা হাতে পোজ দিতে দেখা যায়, যা বেশ পছন্দ করেছেন নেটিজেনরা।
অভাবের তাড়নায় কোলের কন্যাসন্তানকে বিক্রি! বারাসতের ঘটনায় গ্রেপ্তার ৩
ধৃতদের সঙ্গে আন্তঃরাজ্য শিশু বিক্রির চক্র যুক্ত রয়েছে বলেই অনুমান তদন্তকারীদের।
‘রোজ আলাদা ফ্ল্যাটে রাত কাটায় করিশ্মা’, বিস্ফোরক অক্ষয়, দিদির ‘অপমানে’মোক্ষম জবাব করিনার!
এককালের সহ-অভিনেতার সম্পত্তির পরিমাণ ফাঁস করে পালটা জবাব ছুড়লেন করিশ্মাও!

14 C