SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

কামতাপুরি ভাষার স্বীকৃতি নিয়ে কেন্দ্রের আশ্বাস

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: দীর্ঘদিনের দাবি মেনে কামতাপুরি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তির বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানাল কেন্দ্রীয় সরকার। চলতি মাসে কামতাপুরি ভাষা সাহিত্য ও সংস্কৃতি পর্ষদের লেখা চিঠির জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ডেপুটি সেক্রেটারি পি ভেনুকুট্টাম। তাতেই অষ্টম তফশিলে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিবেচনার বিষয় জানানো হয়েছে। এই ঘোষণায় কামতাপুরিরা উচ্ছ্বসিত। তবে বিধানসভা নির্বাচনের আগে […] The post কামতাপুরি ভাষার স্বীকৃতি নিয়ে কেন্দ্রের আশ্বাস appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 2:29 pm

SSC: অভিজ্ঞতার ১০ নম্বর বাতিল করতে হবে, নতুন চাকরিপ্রার্থীদের মিছিলে তপ্ত রাজপথ

SLST: বাধা পেয়ে মাঝপথেই রুট বদলে ফেলেন চাকরিপ্রার্থীরা। প্রথমে তাঁদের রামলীলা ময়দানে যাওয়ার কথা ছিল। পুলিশ প্রশাসনের কাছে তেমনটাই জানিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই মোতাবেক প্রস্তুত ছিল পুলিশ। কিন্তু মাঝে বাধা পেয়ে হঠাৎ করেই রুট বদলে ফেলেন আন্দোলনকারীরা। এসএন ব্যানার্জি রোড ধরে এগোতে থাকেন তাঁরা।

টিভি 9 বাংলা 24 Nov 2025 2:25 pm

Rishabh Pant Out Criticism: 'দায়িত্বজ্ঞানহীন, যোগ্যতাই নেই ক্যাপ্টেন হওয়ার...', সমর্থকদের তোপের মুখে ঋষভ

Rishabh Pant: গত বছর শেষের কথা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ম্য়াচের তৃতীয় দিন টিম ইন্ডিয়ার একটা বড় রানের পার্টনারশিপ দরকার ছিল। উইকেটে ছিলেন ঋষভ পন্থ। কিন্তু, দলের স্বার্থ না ভেবে তিনি মর্জি-মাফিক শট খেলতে যান। ফলস্বরূপ, আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন তিনি। এমন সময় ভারতের প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকার কমেন্ট্রি করছিলেন। তিনি রাগের মাথায় ঋষভকে তিনবার 'ইডিয়ট' বলে সম্বোধন করেছিলেন। কথাটা যে নেহাতই তিনি ভুল বলেননি, সেটা সোমবার (২৪ নভেম্বর) আরও একবার প্রমাণিত হয়ে গেল। IND vs SA 2nd Test, 3rd Day Live Updates: সম্মানের লড়াই ওয়াশিংটন-কুলদীপের, ফলো-অন বাঁচাতে আর কত রান দরকার? কাট টু, গুয়াহাটি টেস্ট (IND vs SA)। সেই তৃতীয় দিনই ব্যাট করতে নামলেন ঋষভ পন্থ। এই ম্য়াচে তাঁর কাঁধে অধিনায়কত্ব তুলে দিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। যাইহোক, এমন একটা সময়ে তিনি ব্যাট করতে নামলেন, যখন ভারতীয় ইনিংসটা সযত্নে গড়ে তোলার প্রয়োজন ছিল। কিন্তু, ঋষভের মনে জাগল 'হিরো' হওয়ার শখ! আচমকা মার্কো জেনসেনের বলে তিনি স্টেপ-আউট করে ছক্কা হাঁকাতে গেলেন। সবাই হতবাক! কেন ঋষভ ওই কঠিন সময়ে অমন একটি শট খেলতে গেলেন, সেই উত্তর কারোর কাছেই ছিল না। এমনকী, ঋষভের কাছেও ছিল কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। IND vs SA 2nd Test Pitch Controversy: 'উইকেট তো নয়, যেন গড়গড়ে রাস্তা...', গুয়াহাটি পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে যতই হোক, এখানে তো আর টি-২০ ক্রিকেটের ধুম-ধাড়াক্কা চলে না। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রানের একটা পাহাড় তৈরি করেছে। দ্বিতীয় দিনের শেষে কুলদীপ যাদব বলেছিলেন, এটা কোনও উইকেট নয়! বলা ভাল, একটা চওড়া রাস্তা। অর্থাৎ, সপাট উইকেটে ভারতীয় বোলারদের কিছু করার ছিল না। এই পরিস্থিতিতে আশা করা হয়েছিল, ভারতীয় ব্যাটাররা নিশ্চয়ই যোগ্য জবাব দিতে পারবেন। জবাব দেওয়া তো অনেক দুরের কথা। আপাতত যদি ফলো-অনটা বাঁচাতে পারে সেটাই অনেক! আর এই গোটা পরিস্থিতিটা একমাত্র ঋষভের ওই একটা শটের কারণেই যে হয়েছে, এমনটাই দাবি ভারতীয় ক্রিকেট সমর্থকদের। IND vs SA: রাহুল অধিনায়ক, বাইরে শুভমান-হার্দিক! Team India-র নির্বাচনের ৫ গুরুত্বপূর্ণ পয়েন্ট তোপের মুখে ঋষভ ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা বইতে শুরু করেছে। সকলেই ঋষভের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেউ আবার বলছেন, ঋষভের নাকি ট্রাভিস হেড হওয়ার শখ হয়েছিল। প্রসঙ্গত, চলতি অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট ম্য়াচটা পারথে আয়োজন করা হয়। এই ম্য়াচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধামাকা করেন ট্রাভিস হেড। রাজকীয় মেজাজে হাঁকান দুরন্ত শতরান। শেষপর্যন্ত অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়লাভ করে। ঋষভও কি নিজেকে ট্রাভিস হেড মনে করে হাত খুলতে গিয়েছিলেন? সেই উত্তর বোধহয় স্বয়ং ঈশ্বরও দিতে পারবেন না। Rishabh Pant, IND vs SA ODI Squad: ১৫ মাস পর কামব্যাক ঋষভের, ফিরলেন আরও এক তারকা ক্রিকেটার! কে কী বলছেন: Rishabh Pant पहले कप्तानी में फेल और अब बल्लेबाजी में भी फेल। वह गैरजिम्मेदाराना शॉर्ट खेलकर आउट ऋषभ पंत कभी Travis Head नहीं बन सकते हैं। pic.twitter.com/E7oWVUR1ho — Satish Mishra (@SATISHMISH78) November 24, 2025 Rishabh Pant dismissed in 7 Runs. Pant you disappointed me i didn't expect this Froud innings from you. #INDvSA pic.twitter.com/KGyTXczgEM — Niroy⁴⁵ (@Niroy45) November 24, 2025 And now Rishabh Pant comes to Jurel's rescue by playing an even more unbelievable shot ‍♂️ ‍♂️ . India self destructing on a decent wicket in #guwahati #IndianCricket #INDvsSA https://t.co/2rg2kLWGvC — Rahul Patil (@rahulpatilnz) November 24, 2025 শোচনীয় পরিস্থিতি টিম ইন্ডিয়ার আপাতত ৭ উইকেট হারিয়ে ভারতীয় ক্রিকেট দল কার্যত ল্যাজেগোবরে হয়ে গিয়েছে। দ্বিতীয় সেশনেই এসেছে ৩ উইকেট। প্রত্যেকটা উইকেটই শিকার করেছেন মার্কো জেনসেন। প্রথম দুটো সেশনের পর ভারত দক্ষিণ আফ্রিকার থেকে ৩১৫ রান পিছিয়ে রয়েছে। আর ফলো-অন বাঁচানোর জন্য দরকার ১১৬ রান। এই পরিস্থিতিতে কুলদীপ এবং ওয়াশিংটন কতক্ষণ লড়াই চালাতে পারেন, সেটাই দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 2:25 pm

ATM-এ এই কাজ করলেই কি প্রতারণা আটকানো যায়?

ATM: এটিএম থেকে টাকা তোলার পর দুইবার যদি ক্যানসেল বাটনে চাপ দেওয়া হয়, তাহলে লেনদেনের যাবতীয় ইতিহাস মুছে যায়। এতে প্রতারকরা তথ্য চুরি করতে পারে না এবং টাকা হাতিয়ে নিতে পারে না। অনেকের আবার দাবি, এটিএমে নিজের কার্ড ঢোকানোর আগে দুইবার ক্যানসেল বাটনে চাপ দিলে স্ক্যামাররা পিন চুরি করে নিতে পারে না।

টিভি 9 বাংলা 24 Nov 2025 2:25 pm

Farakka |ভোটার তালিকায় ‘মৃত’, চমকে উঠলেন তোফিজুল

অর্ণব চক্রবর্তী, ফরাক্কা: ২০০২ ও ২০১৪-এ ভোট দিয়েছেন। অথচ নির্বাচন কমিশনের নথি অনুযায়ী ভোটার তালিকায় তিনি নাকি ‘মৃত’! অদ্ভুত এমন ঘটনায় শোরগোল ছড়িয়েছে ফরাক্কায়। একজন জীবিত ভোটারকে এভাবে মৃত ঘোষণা করায় অনেকেই দুষছেন কমিশনকে। যাঁকে নিয়ে এত কাণ্ড সেই শেখ তোফিজুলের কথায়, ‘২০০২-এ নাম ছিল, ২৪ সালেও ভোট দিয়েছি। ২০২৫-এ এসে মৃত দেখিয়ে আমার নামটা […] The post Farakka | ভোটার তালিকায় ‘মৃত’, চমকে উঠলেন তোফিজুল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 2:22 pm

Dharmendra |প্রয়াত বলিউডের ‘হিম্যান’ধর্মেন্দ্র! শোকাহত গোটা বলিউড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত বলিউডের ‘হিম্যান’ অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার দুপুরে মুম্বইয়ের জুহুতে ধর্মেন্দ্রের (Dharmendra Death News) বাড়ির সামনে একটি অ্যাম্বুল্যান্স আসতেই চারদিকে ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। অভিনেতার বাড়িতে একের পর এক বলিউড তারকাদের আনাগোনা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নিরাপত্তা। গোটা পরিবার ভিলে পার্লে শ্মশান ঘাটে ইতিমধ্যেই পৌঁছেছে। মৃত্যুকালে ধর্মেন্দ্রর বয়স হয়েছিল […] The post Dharmendra | প্রয়াত বলিউডের ‘হিম্যান’ ধর্মেন্দ্র! শোকাহত গোটা বলিউড appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 2:20 pm

ভোটার তালিকা থেকে উধাও প্রাক্তন পঞ্চায়েত নেতার পরিবার! ‘তৃণমূল বলেই বাদ?’প্রশ্ন পরিবারের

তৃণমূলের অভিযোগ নস্যাৎ করে দিয়েছে বিজেপি।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 2:18 pm

কষ্টার্জিত টাকা ফালতু বিনিয়োগ নয়, ৫ বছরে সঠিক ইনভেস্টমেন্টে গড়ে তুলুন লক্ষ লক্ষ টাকার বিরাট ফান্ড

আজকের অনিশ্চিত বাজারে কোথায় বিনিয়োগ করবেন ভেবে পাচ্ছেন না? একদিকে যখন শেয়ারবাজার রোজই ওঠানামা করছে তখন বিনিয়োগ করলেও তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়। সেখানে দাঁড়িয়ে সরকারি সঞ্চয় প্রকল্পগুলি ক্রমশ বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। আরও পড়ুন- সপ্তাহের প্রথম দিনেই ধারণার বাইরে কমল সোনার দাম, জানুন আপনার শহরের ২৪, ২২ এবং ১৮ ক্যারেট গোল্ডরেট বিশেষত মধ্যবিত্ত ও কর্মজীবী মানুষজন ভবিষ্যতের জন্য নির্ভরযোগ্য তহবিল গড়ে তুলতে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) স্কিমকে একটি দারুণ স্থিতিশীল বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। এই স্কিমে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ। অনেকেই পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমান সন্তানের শিক্ষা, বাড়ি কেনা কিংবা অবসর জীবনের তহবিল তৈরির জন্য । প্রশ্ন হলো—মাত্র ৫ বছরে এই RD স্কিম কীভাবে প্রায় ১৪ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে সাহায্য করে? বিনিয়োগকারীদের মধ্যে RD স্কিম কেন জনপ্রিয়? পোস্ট অফিস RD শুরু করতে বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন হয় না। মাসে মাত্র ১০০ টাকা দিয়েই অ্যাকাউন্ট খোলা যায়। পরে সামর্থ্য অনুযায়ী মাসিক কিস্তি বাড়ানো যায়। এর ফলে ছোট ও বড় দুই ধরনের বিনিয়োগকারীর কাছেই এটি সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠছে। নিয়মিত মাসিক সঞ্চয় পাঁচ বছরের শেষে বড় অঙ্কের তহবিলে পরিণত হয়। কত সুদ মেলে? বর্তমানে পোস্ট অফিস RD-তে বার্ষিক প্রায় ৬.৭% সুদ পাওয়া যায়, যা প্রতি ত্রৈমাসিকে কম্পাউন্ডিং-এর মাধ্যমে বাড়তে থাকে। সুদের ওপর সুদ যোগ হওয়ার ফলে বিনিয়োগের পরিমাণ সময়ের সঙ্গে আরও দ্রুত বাড়ে। প্রতি মাসে ছোট অঙ্কের সঞ্চয় পাঁচ বছর পরে এক বড় অঙ্কে রূপ নেয় এই কম্পাউন্ড ইন্টারেস্টের কারণে। কীভাবে তৈরি হবে ১৪ লক্ষের তহবিল? উদাহরণ হিসেবে ধরা যাকযদি কেউ প্রতি মাসে ২০,০০০ টাকা RD-তে জমা দেন, তাহলে ৫ বছরে মোট জমা হবে ১২,০০,০০০ টাকা। ৬.৭% সুদসহ হিসাব অনুযায়ী ম্যাচিউরিটিতে দাঁড়ায় প্রায় ১৪,২৮,৭২৭ টাকা।অর্থাৎ সুদ হিসেবে মিলবে মোট ২,২৮,৭২৭ টাকা। লোনের সুবিধা এই স্কিমের অন্যতম সবচেয়ে কার্যকর সুবিধা হলো লোনের সুবিধা। জমাকৃত টাকার ওপর লোন নেওয়া যায় RD অ্যাকাউন্ট বন্ধ না করেই। হঠাৎ আর্থিক প্রয়োজনে বিনিয়োগ ভেঙে ফেলার দরকার হয় না। দীর্ঘমেয়াদি বিনিয়োগ চালু রাখতে চান এমন ব্যক্তিদের জন্য এটি বিশেষভাবে উপকারী। ট্যাক্স সুবিধা পোস্ট অফিস RD-তে বিনিয়োগ করলে আয়কর আইনের ধারা ৮০সি অনুযায়ী করছাড় পাওয়া যায়।নিরাপদ সঞ্চয়ের পাশাপাশি ট্যাক্স বাঁচাতে চান এমন ব্যক্তিদের কাছে এটি একটি উল্লেখযোগ্য সুবিধা। সন্তানের উচ্চশিক্ষা, বিয়ে, বাড়ি কেনা, অবসর পরিকল্পনা কিংবা বড় তহবিল তৈরির মতো দীর্ঘমেয়াদি লক্ষ্যে RD অত্যন্ত কার্যকর। নিয়মিত ছোট অঙ্কের মাসিক সঞ্চয় কয়েক বছরের মধ্যে বড় অঙ্কের তহবিলে পরিণত হয়। অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া অ্যাকাউন্ট খোলার জন্য নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আধার কার্ড প্যান কার্ড ২টি ছবি এবং মাত্র ১০০ জমা দিলেই RD অ্যাকাউন্ট খোলা যায়।মাসিক কিস্তি অটো-ডিপোজিট করে দিলে সঞ্চয় প্রক্রিয়া আরও সহজ হয়ে যায়। আরও পড়ুন- ১০ লক্ষ টাকার বিরাট তহবিল! এই পোস্ট অফিস স্কিম আপনাকে ধনী করে তুলবে

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 2:14 pm

Dharmendra Passes Away: ধর্মেন্দ্রপতন, ভারতীয় সিনেমায় যুগাবসান

একটি ফিল্ম ম্য়াগাজিনের নিউ ট্য়ালেন্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে ছিলেন ধর্মেন্দ্র। বলাই বাহুল্য, তাঁর স্টারসুলভ চেহারা জিতে নিয়েছিল বিচারকদের মন। প্রথম প্রতিযোগিতাতেই প্রথম হলেন ধর্মেন্দ্র। ব্যস, প্রতিযোগিতার মঞ্চ থেকে সোজা সিনেমায় সুযোগ।

টিভি 9 বাংলা 24 Nov 2025 2:12 pm

Dharmendra Passes Away: আর ঘটল না মিরাকেল, প্রয়াত ধর্মেন্দ্র, শোকে-শ্রদ্ধায় বিহ্বল ভারত

Actor Dharmendra Death: শেষ ছবির মুক্তি আর দেখা হল না। এদিন বিকেল থেকে হাসপাতাল চত্বরে বেড়েছিল তৎপরতা। তড়িঘড়ি ধর্মেন্দ্রকে দেখতে ছুটেছিলেন হেমা মালিনিও। গোটা ভারত তখন তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছিল। তবে শেষ রক্ষা হল না। সকলকে কাঁদিয়ে চির বিদায় নিলেন রূপলি পর্দার হি-ম্যান ধর্মেন্দ্র।

টিভি 9 বাংলা 24 Nov 2025 2:12 pm

Mandermoni: ২ দিন আগে তলিয়ে যান, মন্দারমনি থেকে উদ্ধার IT কর্মীর দেহ

Mandermoni: সহকর্মীদের বয়ান অনুযায়ী, স্বরাজ নেমে যান জলে। তারপর থেকে নিখোঁজ। সহকর্মীরা তাঁকে খুঁজে পাননি। পরে খবর পেয়ে এসে ঘটনাস্থলে পৌঁছয় মন্দারমনি কোস্টাল থানার পুলিশ ও উদ্ধারকারী দল। রবিবার সন্ধে পর্যন্ত সমুদ্রপথে দিঘা- মন্দারমনি পর্যন্ত দফায় দফায় দাপিয়ে বেড়িয়েছে উদ্ধারকারীদের নৌযান।

টিভি 9 বাংলা 24 Nov 2025 2:12 pm

Sujapur congress |সুজাপুরে কংগ্রেসের মনোনয়ন নিয়ে চুপ ইশা! বৈঠকে প্রার্থী করার দাবি লিজুকে

মালদাঃ কংগ্রেসের বৈঠকের মধ্যেই কোতুয়ালির আরেক সদস্যকে ভোট ময়দানে নামানোর দাবি উঠল। এবার জেলা কংগ্রেস সভাপতি ইশা খান চৌধুরীর স্ত্রী সাইয়েদা সালেহা নেহার নুর ওরফে লিজুকে সুজাপুর থেকে প্রার্থী করার দাবি তুলেছেন সুজাপুরের বর্ষীয়ান কংগ্রেস নেতা সইফুল আলম। তবে লিজুকে নির্বাচনি ময়দানে নামানো হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে চাননি ইশা। যদিও লিজুর […] The post Sujapur congress | সুজাপুরে কংগ্রেসের মনোনয়ন নিয়ে চুপ ইশা! বৈঠকে প্রার্থী করার দাবি লিজুকে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 2:11 pm

জ্ঞানেশ কুমারের অমিত শাহর সামনে মাথা নত করার ভাইরাল ভিডিও AI নির্মিত

বুম ভাইরাল ভিডিওটি বিভিন্ন এআই শনাক্তকারী টুলে যাচাই করে দেখে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

বুমলাইভ 24 Nov 2025 2:09 pm

অনুপম নজির অনুপমার, প্রথম ভারতীয় মহিলা হিসাবে জিতলেন বিশ্ব স্নুকারের খেতাব

রুদ্ধশ্বাস ফাইনালে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেন ভারতীয় তারকা।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 2:08 pm

‘চিরদিনই তুমি যে আমার ছাড়লেন’ দিতিপ্রিয়া, স্পষ্ট কারণ জানালেন অভিনেত্রী

এমনকী, কয়েকদিন আগে দুই অভিনেতাকে নিয়ে বিশেষ বৈঠকেও বসেছিল প্রযোজনা সংস্থা। সেখানে সমাধানের সূত্র খুঁজেছিলেন তাঁরা। তারপর অবশ্য ফের জানা যায়, জীতু থাকছেন ধারাবাহিকে। তবে এবার খোদ দিতিপ্রিয়ায় আর্টিস্ট ফোরামকে লিখিতভাবে জানিয়ে দিলেন, তিনি আর ধারাবাহিকের অংশ নয়।

টিভি 9 বাংলা 24 Nov 2025 2:05 pm

SIR চাপ! বিএলও-র মৃত্যুতে এবার কৃষ্ণনগরে প্রতিবাদ মিছিল, হাঁটবেন মহুয়া-সায়নী

প্রয়াত বিএলও রিঙ্কু তরফদারের স্মরণে কৃষ্ণনগরে হবে পথসভাও।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 2:04 pm

Salary Date: মাসের কত তারিখে ঢুকবে বেতন, নিয়ম বেঁধে দিল কেন্দ্র

Labour Code: কেন্দ্রের শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সকল তথ্য প্রযুক্তি সেক্টর এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত পরিষেবার সঙ্গে যুক্ত কোম্পানিগুলিকে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন দিতে হবে। বেতন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ। নতুন শ্রম কোডে কেন্দ্রের তরফে বলা হয়েছে যে আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতে এবং কর্ম সংক্রান্ত স্ট্রেস কমাতে কর্মীদের বেতন নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে।

টিভি 9 বাংলা 24 Nov 2025 2:03 pm

Messi-Ronaldo: বাইসাইকেল কিক এবং গোলের সুনামি, রোনাল্ডো-মেসিকে থামানো যাচ্ছে না!

Liones Messi-Christiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হোক আর লিওনেল মেসি--- আজও বিকল্প নেই। কিংবা বলা উচিত, এঁরা তামাম ফুটবল দুনিয়াকে বিকল্প খুঁজে নেওয়ার সুযোগই দিচ্ছেন না। আজও সেই ঝলক, ড্রিবলের ফুলঝুরি, তীক্ষ্ণ পাস, ডেড বলে পারদর্শীতা থেকে ব্যাকভলি--- এলএম টেন ও সিআর সেভেনের পায়ে-মাথায় লেগে রয়েছে বিস্ময়।

টিভি 9 বাংলা 24 Nov 2025 2:02 pm

Arunachal Pradesh |অরুণাচল চিনের অংশ, এই পাসপোর্ট অবৈধ! সাংহাই বিমানবন্দরে ‘হয়রানি’র শিকার ভারতীয় বংশোদ্ভূত তরুণী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাংহাই বিমানবন্দরে (Shanghai airport) চরম হয়রানির শিকার হলেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী। অভিযোগ, ওই তরুণীর জন্মস্থান অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) হওয়ায় তাঁর ভারতীয় পাসপোর্টকে ‘অবৈধ’ বলে ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ (Indian passport)। এমনকি কয়েক ঘণ্টা ওই তরুণীকে আটকে রাখা হয় বলেও অভিযোগ। জানা গিয়েছে, ব্রিটেনের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত তরুণী পেমা ওয়াংজাম […] The post Arunachal Pradesh | অরুণাচল চিনের অংশ, এই পাসপোর্ট অবৈধ! সাংহাই বিমানবন্দরে ‘হয়রানি’র শিকার ভারতীয় বংশোদ্ভূত তরুণী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 2:01 pm

Dharmendra latest News: ধর্মেন্দ্রকে নিয়ে আবার নতুন খবর!

দুই সপ্তাহ আগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ধর্মেন্দ্র মুম্বইয়ের বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। তবুও সোমবার আবার তাঁর স্বাস্থ্যের অবনতি নিয়ে নতুন করে উদ্বেগজনক খবর সামনে আসে। এদিকে, ধর্মেন্দ্রর বাড়ির বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হয়েছে এবং ব্যারিকেড বসানো হয়েছে। জানা গেছে, তাঁর তিন মেয়ে- ঈশা, অজিতা এবং বিজেতা—বাবার শারীরিক অবস্থার খোঁজ নিতে ইতোমধ্যেই বাড়িতে পৌঁছেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 1:59 pm

শ্মশানে পৌঁছলেন অমিতাভ-আমির, তবে কি গোপনেই দাহ করা হচ্ছে ধর্মেন্দ্রকে?

কেন তাঁরা সকলে শ্মশানঘাটে পৌঁছিয়েছেন? সকলের পোশাকের রঙ হয় কালো, নয় সাদা, তাই বা কেন? অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান সকলেই পৌঁছে গিয়েছেন সেখানে, কেন? অ্যাম্বুলেন্সে কে রয়েছেন? পুলিশকে প্রশ্ন করা হলে, তাঁরা জানাচ্ছেন, যা জানানোর পরিবার জানাবে।

টিভি 9 বাংলা 24 Nov 2025 1:57 pm

PM Modi in G-20 Summit: দক্ষিণ আফ্রিকায় উচ্ছ্বাসের ঢেউ, জি-২০-তেও তাক লাগাল ‘মোদী-মন্ত্র’

PM Modi News: গত ২১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়কালে একাধিক বৈঠক করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি, অস্ট্রেলিয়া-কানাডার সঙ্গে 'ত্রিশক্তি' গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টিভি 9 বাংলা 24 Nov 2025 1:55 pm

In Depth on UP Detention Centre: অনুপ্রবেশকারীদের ডিটেনশন সেন্টারে পাঠাবেন যোগী, বাংলাতেও কি তৈরি হবে?

In Depth on Immigrants-Detention Centre: উত্তর প্রদেশে যখন ডিটেনশন সেন্টার তৈরির কথা বলছেন মুখ্যমন্ত্রী, তখন পশ্চিমবঙ্গের চিত্রটা আলাদা। এসআইআর শুরুর আগে থেকেই বিজেপি দাবি করেছিল যে এক কোটি বাংলাদেশি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। এসআইআর শুরু হতেই একদিকে যেখানে নিউটাউন থেকে শুরু করে মধ্যমগ্রাম, ডোমজুড়, কোড়াঝাড় সহ বাংলার একাধিক জায়গায় হঠাৎ বাড়িতে বাড়িতে তালা পড়েছে।

টিভি 9 বাংলা 24 Nov 2025 1:54 pm

Nokia কি ফিনিক্স পাখি? হারিয়েই গিয়েছিল, সেখান থেকে কয়েকশো কোটি ডলারের মার্কেট ক্যাপ এই সংস্থার!

Nokia Corporation: কিন্তু গত কয়েকটা বছরে স্যামসং, অ্যাপেল বা একাধিক চিনা সংস্থার ভিড়ে আপনি শুনেছিলেন নোকিয়ার নাম? ২০১০ সালে যখন অ্যান্ড্রয়েড ও আইওএস গোটা বিশ্বের বাজার ছেয়ে ফেলেছিল তখন নোকিয়া ধীরে ধীরে লসের দিকে এগিয়ে যায়।

টিভি 9 বাংলা 24 Nov 2025 1:52 pm

SIR নিয়ে মামলা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হাইকোর্টে

SIR: কলকাতা হাইকোর্টে এসআইআর নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারী পিন্টু কারারের বক্তব্য ছিল, ২০০২ সালকে কেন এসআইআর-এর ভিত্তিবর্ষ করা হয়েছে। পাশাপাশি এসআইআরের সময়সীমা বৃদ্ধিরও দাবি জানানো হয় এই মামলায় ।

টিভি 9 বাংলা 24 Nov 2025 1:52 pm

Dankuni: ভারতে এসে নীল ছবি বানাত বাংলাদেশি, জানাজানি হতেই ডানকুনিতে হইহই

Hooghly: পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাসেল সিকদার বাংলাদেশি। অভিযোগ, বছর চারেক আগে বাংলাদেশের এক নাবালিকাকে ফুঁসলে নিয়ে আসে ভারতে। হুগলির ডানকুনিতে একটি ফ্ল্যাট কিনে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে শুরু করেছিল বসবাস। সেই ফ্ল্যাটেই চলত নীল ছবির শুটিং। তারপর তা বিক্রি করা হত একাধিক পর্ন সাইটে।

টিভি 9 বাংলা 24 Nov 2025 1:49 pm

SIR |কাজ বড়ই বালাই! বউভাতের অনুষ্ঠানের মাঝেও SIR-এর কাজে ব্যস্ত বিএলও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনি বিএলও (BLO)। এই মুহূর্তে ভীষণ ব্যস্ত এসআইআরের (SIR) কাজ নিয়ে। এরই মধ্যে ঠিক হয়েছে বিয়ে। একরাশ দায়িত্ব নিয়ে যথাসময়ে সেরে ফেলেছেন বিয়েও। বাড়িতে চলছে বৌভাতের আয়োজন (Wedding Reception)। বৌভাতে উপস্থিত থাকতে বাড়িময় আত্মীয়দের ভিড়। কিন্তু বরকে সেভাবে দেখাই যাচ্ছে না বাড়িতে। পরিবার থেকে আত্মীয় সকলেই বরকে না পেয়ে খানিক বিরক্তও […] The post SIR | কাজ বড়ই বালাই! বউভাতের অনুষ্ঠানের মাঝেও SIR-এর কাজে ব্যস্ত বিএলও appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 1:48 pm

টানা ম্যাচ হেরে নকআউট অনিশ্চিত, পদত্যাগ করতে চাইলেন ইস্টবেঙ্গল কোচ

ইস্টবেঙ্গলের পরিস্থিতি যখন এত খারাপ তখন মোহনবাগান আপাতত গ্রুপ শীর্ষে রয়েছে।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 1:46 pm

ইজরায়েলি বোমায় খতম, কে এই ‘রাদওয়ান’কমান্ডার, কেন এই মৃত্যুতে কোমর ভেঙেছে হেজবোল্লার?

হেজবোল্লার গুরুত্বপূর্ণ রাদওয়ান ইউনিটের নেতা তাবাতাবাই।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 1:44 pm

শ্মশানে পৌঁছালো অ্যাম্বুলেন্স, উপস্থিত ধর্মেন্দ্রর গোটা পরিবার, আবারও মৃত্যু ঘিরে জল্পনা

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নিরাপত্তা। তবে সেই ছবি শুধু বাড়িতেই নয়, শ্মশানেও একই। আর তাতেই বাড়ে উৎকণ্ঠা। গোটা পরিবার ভিলে পার্লে শ্মশান ঘাটে পৌঁছে যায়। সঙ্গে একটি অ্যাম্বুল্যান্স। তাতেই রয়েছে ধর্মেন্দ্রর মরদেহ? প্রশ্ন উঠছে নেটপাড়ায়। নিরাপত্তা আঁটোসাঁটো দেখে শ্মশান চত্বরে বাড়তে থাকে ভিড়।

টিভি 9 বাংলা 24 Nov 2025 1:42 pm

মুম্বইয়ের শ্মশানে হেমা-সানি-ববি-সহ গোটা পরিবার, ধর্মেন্দ্র কি প্রয়াত?

শ্মশানে অমিতাভ-অভিষেকও।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 1:39 pm

অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ উত্তরপ্রদেশে, অনুপ্রবেশকারীদের দেশে ফেরাবে যোগী সরকার

রাজ্যের প্রতিটি জেলায় ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 1:34 pm

Balurghat Municipality |নিজের ওয়ার্ডে সিসি ক্যামেরা লাগানোর প্রস্তাব! বিতর্কে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান

সুবীর মহন্ত, বালুরঘাট: শহরের নিরাপত্তায় ১৫০টি সিসি ক্যামেরা থাকলেও বিকল হয়ে পড়ে আছে ২৫টি। অথচ এনিয়ে পুলিশের তরফে চিঠি দেওয়া হলেও পুরসভার তরফে তেমন হেলদোল চোখে পড়েনি। বরং, বিকল সিসি ক্যামেরাগুলি কবে মেরামত করা হবে, সে প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারেননি খোদ চেয়ারম্যান। বরং এরই মধ্যে নিজের ওয়ার্ডে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন পুর চেয়ারম্যান। […] The post Balurghat Municipality | নিজের ওয়ার্ডে সিসি ক্যামেরা লাগানোর প্রস্তাব! বিতর্কে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 1:21 pm

গুয়াহাটিতে ফলো অন বাঁচানোর সংগ্রাম ভারতের, ‘গম্ভীর হঠাও’ধ্বনিতে সরব নেটদুনিয়া

অযথা আগ্রাসী শট খেলতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসেন পন্থ।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 1:11 pm

Pension: হাতে আর ৬ দিনই বাকি, এই কাজ না করলে পেনশন আটকে যাবে আপনার…

Pension Deadline: ডিসেম্বরে বছরের শেষ হলেও, নভেম্বরে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যা শেষ করতেই হবে। এই সমস্ত কাজ না করলে, চরম সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। কোন কোন কাজ আপনাকে নভেম্বরের ৩০ তারিখের মধ্যে করতেই হবে, জেনে নিন।

টিভি 9 বাংলা 24 Nov 2025 1:11 pm

West Bengal SIR 2025: পরিবারের কাছে 'মৃত' বিবেক ৩৭ বছর পরও জীবিত! SIR-এর দৌলতে পুনর্মিলন, বাংলার বুকে চমকে দেওয়া ঘটনা

বঙ্গে এসআইআর পর্ব চলাকালীন ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। প্রায় চার দশক পর নিখোঁজ থাকার পর সন্ধান পাওয়া গেল পরিবারের বড় ছেলের। আর এমন অলৌকিক ঘটনার কথা সামনে আসতেই রীতিমত হইচই পড়ে গিয়েছে। বাংলায় এসআইআর নিয়ে রীতিমত তোলপাড় চলছে। তার মাঝেই ঘটে গেল এমন এক কাহিনী যা চোখে এনেছে লাখো মানুষের। স্রেফ এসআইআরের দৌলতে চক্রবর্তী পরিবার ফিরে পেলেন তাঁদের হারিয়ে যাওয়া বড় ছেলে বিবেক চক্রবর্তীকে। পুরুলিয়ায় ভোটার তালিকা সংশোধন (SIR)-এর সময় ঘটে গেল এমনই এক হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা। আরও পড়ুন- কলকাতার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শর খুনে এবার বিরাট গ্রেফতারি, পুলিশের জালে কে জানলে চমকে যাবেন পরিবার সূত্রে খবর, প্রায় চার দশক পর এসআইআর ফেরালো পরিবারের হারিয়ে যাওয়া সন্তানকে। জানা গিয়েছে, ১৯৮৮ সালে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় চক্রবর্তী পরিবারের বড় ছেলে বিবেক চক্রবর্তী। তার পর থেকে পরিবারের তরফে নানান জায়গায় সন্ধান চালানো হলেও সন্ধান মেলেনি বিবেকের। দীর্ঘ দিন কেটে যাওয়ার পর পরিবারও ধরে নিয়েছিল, আর কোনওদিন হয়তো বিবেককে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু SIR প্রক্রিয়া খুলে দিল বন্ধ সেই ভাগ্যের দরজা। পুনর্মিলনের গল্পটাও কিন্তু হার মানাবে যে কোন চিত্রনাট্যকে। বিবেকের ছোট ভাই প্রদীপ চক্রবর্তী, বুথ লেভেল অফিসার (BLO) হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। বিবেকের ছেলে কলকাতায় থাকে। এবং তার কাকার সম্পর্কে কিছুই জানত না। SIR ফর্মে নাম ও নম্বর দেখে বিবেকের ছেলে নথি সংক্রান্ত কাজে যোগাযোগ করে প্রদীপের সঙ্গে। প্রথমে কথোপকথন ছিল শুধুমাত্র কাগজপত্র সংক্রান্ত, পরে ধীরে ধীরে পরিবারের পুরনো ঘটনার সূত্র মিলতে শুরু করে। আরও পড়ুন- জয় শ্রীরাম নয় ভারতমাতা কি জয় বলুন”, বিধানসভা ভোটের আগে খেলা ঘোরাতে মাস্টারপ্ল্যান শুভেন্দুর প্রদীপ জানান, “১৯৮৮ সালের পর আমার বড় ভাই হারিয়ে যায়। আমরা বহু খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। যখন ছেলেটির দেওয়া তথ্য আমাদের পরিবারের সঙ্গে মিলে যেতে লাগল, তখনই বুঝলাম আমি আমার নিজের ভাইপোর সঙ্গে কথা বলছি।” দীর্ঘ ৩৭ বছর পর বাড়ি ফিরলেন বিবেক চক্রবর্তী। দুই ভাইয়ের মধ্যে জমে থাকা আবেগের বাঁধ যেন ভেঙে পড়ে। বিবেক বলেন, “৩৭ বছর পর পরিবারের দেখা পাওয়াটা অবর্ণনীয় আনন্দের। নির্বাচন কমিশনকে ধন্যবাদ—SIR প্রক্রিয়া না থাকলে এই পুনর্মিলন কখনই সম্ভব হত না।” আরও পড়ুন- IMD weather alert: বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে আতঙ্ক তুঙ্গে! জমাটি ঠান্ডা আর কবে?

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 1:07 pm

SSC |৩০০ ভুয়ো নথি, আশায় ওয়েটিং লিস্টের প্রার্থীরা

নয়নিকা নিয়োগী, কলকাতা: ভুয়ো শব্দ যেন স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) (SSC) পিছু ছাড়ছে না। ইন্টারভিউয়ের আগে অনেক ভুয়ো নথি ধরা পড়ছে। গত পাঁচদিন ধরে চলছে নথি যাচাইয়ের প্রক্রিয়া। এসএসসি সূত্রে খবর, এই পাঁচদিনে যে ৪২০০ জনের নথি যাচাই হয়েছে, তার মধ্যে ৩০০ জনেরই নথি ঠিক নেই। যাচাই পর্ব শেষ হতে হতে ভুয়ো নথিধারীর হদিস আরও […] The post SSC | ৩০০ ভুয়ো নথি, আশায় ওয়েটিং লিস্টের প্রার্থীরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 1:06 pm

SSC |ভুয়ো তথ্য! ১০৬ জন চাকরিপ্রার্থীর নাম বাতিল করল এসএসসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিজ্ঞতার ভুয়ো তথ্য থেকে জাতিগত শংসাপত্রে গরমিল! বাংলা (Bengal) এবং ইংরেজিতে (English) ১০৬ চাকরিপ্রার্থীর নাম বাতিল করল এসএসসি (SSC)। রবিবার রাতে তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কী কারণে কোন কোন প্রার্থীর নাম বাতিল করা হয়েছে। দু’দফায় পরীক্ষা হওয়ার পর একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য নথিপত্র […] The post SSC | ভুয়ো তথ্য! ১০৬ জন চাকরিপ্রার্থীর নাম বাতিল করল এসএসসি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 12:57 pm

TMC Union: টোটো প্রতি ৩২০ টাকা তুলেছে TMC ইউনিয়ন! তাও আবার সাংসদের উপস্থিতিতেই

সাংসদ মিতালি বাগের দাবি, ইউনিয়ন যে উদ্যোগ নিয়েছে তা সাধুবাদ দেওয়ার যোগ্য। ইউনিয়ন সবটাই নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন তিনি। তাঁর উপস্থিতিতেই ঘটা করে অনুষ্ঠান করা হয়েছে। আর সেখানেই নেওয়া হয়েছে টাকা।

টিভি 9 বাংলা 24 Nov 2025 12:56 pm

বিয়েতেও ছুটি নেই! বউভাতের অনুষ্ঠানে এসআইআরের কাজে ব্যস্ত ডোমকলের BLO

হাতে সময় কম, তাই এক মুহূর্তও নষ্ট করতে নারাজ নতুন বর মোস্তাক আহমেদ।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 12:56 pm

Dumper accident |ডাম্পার উল্টে বিপত্তি! ভাগ্যক্রমে গাড়ির ভেতর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার চালক   

জামালদহ: পণ্য খালি করতে গিয়ে উল্টে গেল একটি ডাম্পার। সোমবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট কালিরহাট এলাকায়। ঘটনায় প্রায় ঘন্টাখানেকের বেশি সময় ধরে গাড়ির ভেতরেই অক্ষত অবস্থায় আটকে ছিলেন গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামালদহ ফাঁড়ির পুলিশ। খবর দেওয়া হয়েছে মেখলিগঞ্জ দমকল কেন্দ্রেও। পুলিশ গিয়ে আটকে থাকা চালককে […] The post Dumper accident | ডাম্পার উল্টে বিপত্তি! ভাগ্যক্রমে গাড়ির ভেতর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার চালক appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 12:45 pm

Delhi Pollution Protest |মাও নেতা হিদমার সমর্থনে পোস্টার-স্লোগান! দূষণের প্রতিবাদে দিল্লির বিক্ষোভ ঘিরে বিতর্ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীপাবলির পর থেকেই দিল্লিতে লাগামছাড়া বায়ুদূষণের মাত্রা। বিষাক্ত বায়ুর জেরে নাজেহাল দশা দিল্লিবাসীর। এই দূষণের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ (Delhi Pollution Protest)। তবে রবিবার এই বিক্ষোভ ঘিরে তুলকালাম বাঁধে ইন্ডিয়া গেটের সামনে (India Gate)। আর তারপরই সামনে এসেছে এক বিতর্কিত ভিডিও। যেখানে দেখা গিয়েছে, এই প্রতিবাদ কর্মসূচিতে অন্ধ্রপ্রদেশে […] The post Delhi Pollution Protest | মাও নেতা হিদমার সমর্থনে পোস্টার-স্লোগান! দূষণের প্রতিবাদে দিল্লির বিক্ষোভ ঘিরে বিতর্ক appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 12:40 pm

Smriti Mandhana Wedding News: কী হল স্মৃতির ফ্যামিলিতে? বাবার পর এবার হাসপাতালে হবু বর পলাশ!

Smriti Mandhana: রবিবার অর্থাৎ ২৩ নভেম্বর স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ে হওয়ার কথা ছিল। তবে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেকারণে বিবাহ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়। এবার শোনা যাচ্ছে, এই ভারতীয় মহিলা ক্রিকেটারের হবু স্বামী পলাশ মুচ্ছলও অসুস্থ হয়ে পড়েছেন। এমনকী, তাঁকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্মৃতির পরিবারে সমস্যা যে ক্রমশ বাড়ছে, তা বলা যেতেই পারে। Smriti Mandhana Father: মেয়ের বিয়ের আগেই হার্ট অ্যাটাক! কী হয়েছিল স্মৃতির বাবার? হাসপাতালে ভর্তি স্মৃতির হবু স্বামী বাবা হাসপাতালে ভর্তি হওয়ার পর স্মৃতি মান্ধানার বিয়ে ইতিমধ্যে পিছিয়ে গিয়েছে। পরবর্তীকালে নতুন তারিখ ধার্য্য করা হবে। ইতিমধ্যে আবার শোনা যাচ্ছে, পলাশ মুচ্ছলকেও নাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। NDTV-র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পলাশকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোনা যাচ্ছে, ভাইরাল ইনফেকশনে নাকি তিনি আক্রান্ত হয়েছেন। এমনকী, অ্যাসিডিটির মাত্রা নাকি বেড়ে গিয়েছে। যদিও এই সমস্যা খুব একটা গুরুতর নয়। ইতিমধ্যে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হোটেলও ফিরে গিয়েছেন তিনি। Smriti Mandhana Wedding: বিয়ের কয়েক ঘণ্টা আগেই পরিবারে অঘটন, ছাদনাতলার বদলে হাসপাতালে ছুটলেন পলাশের হবু বউ স্মৃতি বিয়ের দিনই খারাপ হয়েছিল স্মৃতির বাবার শরীর গত ২৩ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্মৃতি মান্ধানার। কিন্তু, বিবাহ অনুষ্ঠানের ঠিক আগেই অসুস্থ হয়ে পড়েন স্মৃতি মান্ধানার বাবা। এই ভারতীয় ক্রিকেটারের ম্য়ানেজার তুহিন মিশ্রা এই ব্যাপারে আপডেট দিয়েছেন। তিনি জানান, সকাল থেকে স্মৃতির বাবা শারীরিক অসুস্থতা অনুভব করতে থাকেন। কিছুক্ষণ অপেক্ষা করা হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তাড়াতাড়ি হয়ত সুস্থ হয়ে উঠবেন তিনি। কিন্তু, শেষপর্যন্ত তেমনটা আর হয়নি। আর সেকারণে আর কোনও বিপদ না বাড়িয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। Smriti Mandhana Marriage Video: স্মৃতির বিয়েতে উদ্দাম নাচ জেমিমার, ভাইরাল ভিডিওয় তোলপাড় নেটপাড়া এরপর বাড়িতে অ্যাম্বুলেন্স ডাকা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তুহিন মিশ্রা আরও যোগ করেন, স্মৃতি তাঁর বাবাকে খুব ভালবাসেন। আর সেকারণে আপাতত অনির্দিষ্টকালের জন্য বিবাহ অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেন। হাসপাতালের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, আপাতত কয়েকদিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকতে হবে। তুহিনের কথায়, স্মৃতি মান্ধানা আপাতত তাঁর বাবাকে সম্পূর্ণ সুস্থ দেখতে চান। তারপরই বিয়ে করবেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 12:38 pm

CJI Surya kant: রাষ্ট্রপতি ভবনে জমকালো অনুষ্ঠান, ৫৩ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত

CJI Surya kant: ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ বহু বিশিষ্ট ব্যক্তি। আরও পড়ুন- বিএলওকে খুনের হুমকি, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি, গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা আগের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের মেয়াদ ২৩ নভেম্বর শেষ হওয়ায় নতুন দায়িত্ব গ্রহণ করলেন বিচারপতি সূর্য কান্ত। প্রায় দেড় বছর তিনি দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন এবং ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করবেন। বর্তমানে তাঁর বয়স ৬৩ বছর। হরিয়ানার হিসারে ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি জন্ম বিচারপতি সূর্য কান্তের। সাধারণ পরিবারে বড় হওয়া তিনি প্রথমে হিসারের সরকারি স্কুল থেকে পড়াশোনা করেন। ১৯৮১ সালে স্নাতক হন। একই বছর তিনি মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়, রোহতক-এ আইন নিয়ে পড়াশোনা করেন। ১৯৮৪ সালে হিসারে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু এবং ১৯৮৫ সাল থেকে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে আইন অনুশীলন শুরু করেন। আরও পড়ুন- IMD weather alert: বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে আতঙ্ক তুঙ্গে! জমাটি ঠান্ডা আর কবে? ২০০০ সালে তিনি হন হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল। ২০১১ সালে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন তিনি। পরে ২০১৮ সালে তাঁকে নিয়োগ করা হয় হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে। ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন। বর্ষীয়ান বিচারপতি গাভাই বিদায়ী ভাষণে বিচারপতি সূর্য কান্তের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন—সাধারণ পরিবার থেকে উঠে এসে দেশের শীর্ষ বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ পদে পৌঁছনোর তাঁদের যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আরও পড়ুন- বিরাট অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লক্ষ লক্ষ টাকার মালপত্র, তুমুল চাঞ্চল্য

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 12:37 pm

শোকের ছায়া বিশ্বজুড়ে, চলে গেলেন বিশ্বখ্যাত অভিনেতা

কিংবদন্তি জার্মান অভিনেতা উডো কিয়ার, ৮১ বছর বয়সে, পরলোকগমন করেছেন। রবিবার তাঁর দীর্ঘদিনের সঙ্গী ও শিল্পী ডেলবার্ট ম্যাকব্রাইড ভ্যারাইটিকে এই মৃত্যুসংবাদ নিশ্চিত করেন। কিয়ার তাঁর দীর্ঘ কর্মজীবনে ২০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যদিও তাঁর বেশিরভাগ কাজ জার্মান ভাষায় নির্মিত, তবুও হলিউডসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র শিল্পেও তিনি সমানভাবে পরিচিত ছিলেন। শুধু সিনেমাই নয়, তিনি বেশ কিছু স্মরণীয় মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। জনপ্রিয় ফ্যান্টাসি ও সুপারহিরো অ্যানিমেশনেও কণ্ঠ দিয়েছেন। ১৯৬৬ সালে জার্মান স্বল্পদৈর্ঘ্য সিনেমা, রোড টু সেন্ট ট্রোপেজ দিয়ে কিয়ারের অভিনয়জীবন শুরু হয়। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শেমলেস মুক্তি পায় ১৯৬৮ সালে। তবে আন্তর্জাতিক পর্যায়ে তাঁর সাফল্যের সূচনা ঘটে মাইকেল আর্মস্ট্রং পরিচালিত ১৯৭০ সালের ভৌতিক সিনেমা, মার্ক অফ দ্য ডেভিল দিয়ে। এই ছবির জনপ্রিয়তা তাঁকে ধারাবাহিকভাবে ভৌতিক ও থ্রিলার ঘরানার আরও বেশ কিছু চলচ্চিত্রে কাজের সুযোগ এনে দেয়। পল মরিসের পরিচালনায় ফ্লেশ ফর ফ্রাঙ্কেনস্টাইন (১৯৭৩)-এ তিনি বিখ্যাত ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রে অভিনয় করেন। পরের বছর ব্লাড ফর ড্রাকুলা ছবিতে তিনি কাউন্ট ড্রাকুলার ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। The Academy of Fine Arts Review: লোভ-পাপ-মৃত্যুর গল্প, কেমন হল ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’? ১৯৮১ সালে, কিয়ার অভিনয় করেন ওয়ালেরিয়ান বোরোভজিক পরিচালিত ডক্টুর জেকিল এ লেস ফেমেস-এ, যেখানে তিনি ডক্টর হেনরি জেকিল চরিত্রে অপরূপ দক্ষতা দেখান। তাঁর কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় লার্স ভন ট্রিয়ারের সঙ্গে। ১৯৮৭ সালের ডেনিশ মেডিকেল ডার্ক কমেডি, এপিডেমিক-এ তিনি নিজের একটি কাল্পনিক সংস্করণে অভিনয় করেন। এরপর ট্রিয়ারের প্রায় সবকটি ছবিতেই তাঁর উপস্থিতি দেখা যায়, দ্য ইডিয়টস, দ্য বস অফ ইট অল, অ্যান্টিক্রাইস্ট এবং দ্য হাউস দ্যাট জ্যাক বিল্ট- এই কয়েকটি ব্যতিক্রম ছাড়া। হলিউডেও কিয়ার শক্তিশালী অবস্থান তৈরি করেন। টম শ্যাডিয়াকের ১৯৯৪ সালের জনপ্রিয় কমেডি এস ভেনচুরা: পেট ডিটেকটিভ-এ তিনি অভিনয় করেন। এছাড়া দ্য অ্যাডভেঞ্চারস অফ পিনোকিও ফ্র্যাঞ্চাইজিতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ম্যাডোনার ১৯৯২ সালের অ্যালবাম ইরোটিকা–র বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে তাঁর উপস্থিতি বিশেষভাবে স্মরণীয়। পাশাপাশি জাস্টিস লিগ–এ মিউজিক মাস্টার এবং দ্য ব্যাটম্যান–এ হারবার্ট জিগলার চরিত্রে তাঁর গভীর ব্যারিটোন কণ্ঠ অনুরাগীদের মন জয় করে। Ashlesha Sawant: ২৩ বছরের লিভ-ইন, অবশেষে বৃন্দাবনে পূর্ণতা পেল অভিনেত্রীর সম্পর্ক ... কিয়ারের শেষ অভিনীত চরিত্র ছিল ব্রাজিলিয়ান নব্য-নয়ার রাজনৈতিক থ্রিলার দ্য সিক্রেট এজেন্ট- এ, যেখানে তিনি হ্যান্সের ভূমিকায় অভিনয় করেন। এই সিনেমা, বছরের শুরুতে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় এবং আগামী বছরের একাডেমি পুরস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগের জন্য ব্রাজিলের সরকারি মনোনয়নও পেয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 12:35 pm

Smriti Mandhana |স্মৃতির বাবার পর এবার অসুস্থ পলাশ! ভর্তি হাসপাতালে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে চলছিল জমজমাট প্রস্তুতি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বিয়ে বলে কথা। মহারাষ্ট্রের (Maharashtra) সাঙ্গলীতে শুক্রবার হলদির অনুষ্ঠান হয়। মেহেন্দি, সংগীতের পর রবিবার সাত পাকে বাঁধা পড়তেন দু’জন। কিন্তু সেদিনই হৃদরোগের উপসর্গ দেখা দেওয়ায় স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফলে স্থগিত […] The post Smriti Mandhana | স্মৃতির বাবার পর এবার অসুস্থ পলাশ! ভর্তি হাসপাতালে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 12:30 pm

Ganguly Bagan news: মৃৎশিল্পী লক্ষ্মণ পালের ছেলের গলায় ক্ষুর চালিয়ে পালিয়ে গেল দুষ্কৃতী, সকাল-সকাল রক্তে ভাসল গাঙ্গুলিবাগানের রাস্তা

Kolkata: আহত যুবকের নাম নিখিল পাল। প্রখ্যাত মৃৎশিল্পী লক্ষ্মণ পালের ছেলে। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরে কারখানার যাঁরা শ্রমিক রয়েছেন,তাঁদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে ঝামেলা চলছিল। এরপরই আজ যখন তিনি নিজের কারখানা বা স্টুডিওর বাইরে বসে কাগজ পড়ছিলেন, তখনই তাঁর উপরে হামলা হয়েছে বলে খবর।

টিভি 9 বাংলা 24 Nov 2025 12:25 pm

অরুণাচল চিনের অংশ! পাসপোর্ট আটকে রেখে ভারতীয় তরুণীকে চরম ‘হেনস্তা’সাংহাই বিমানবন্দরে

দীর্ঘ ১৮ ঘণ্টা ধরে হেনস্তার শিকার ওই তরুণী।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 12:19 pm

Smriti Mandhana Father: মেয়ের বিয়ের আগেই হার্ট অ্যাটাক! কী হয়েছিল স্মৃতির বাবার?

Smriti Mandhana: আপাতত স্থগিত হয়ে গিয়েছে স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ে। রবিবার (২৩ নভেম্বর) বিয়ের কয়েকঘণ্টা আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা যাওয়ার পর সাংলির একটি হাসপাতালে ভর্তি করতে হয় শ্রীনিবাস মান্ধানাকে। অবশেষে তাঁর হেলথ আপডেট প্রকাশ্যে এসেছে। চিকিৎসক নমন শাহ জানিয়েছেন, ওঁর রক্তচাপ কিছুটা হলেও বেড়ে গিয়েছিল। সেকারণে আগামী কয়েকদিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। সঙ্গে তিনি আরও যোগ করেছেন, হয়ত শারীরিক এবং মানসিক চাপের কারণে তাঁর শরীর খারাপ হয়েছে। Smriti Mandhana Wedding: বিয়ের কয়েক ঘণ্টা আগেই পরিবারে অঘটন, ছাদনাতলার বদলে হাসপাতালে ছুটলেন পলাশের হবু বউ স্মৃতি কী বলছেন চিকিৎসক? জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা বুকে যন্ত্রণা অনুভব করেন। আশঙ্কা করা হয়, তিনি হয়ত হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর তাঁকে সাংলির সর্বহিত হাসপাতাল এবং মেডিক্যাল রিসার্চ সেন্টারে শিফট করা হয়। চিকিৎক নমন শাহের কথায়, ওঁর কার্ডিয়াক অ্যাঞ্জাইম কিছুটা বেড়ে গিয়েছে। এমন লক্ষণ দেখা গেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। সেকারণে আপাতত কয়েকদিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। Smriti Mandhana Marriage Video: স্মৃতির বিয়েতে উদ্দাম নাচ জেমিমার, ভাইরাল ভিডিওয় তোলপাড় নেটপাড়া নমন শাহ আরও যোগ করেন, কার্ডিওলজিস্ট চিকিৎসক রোহন থানেদারের তত্ত্বাবধানে রয়েছেন শ্রীনিবাস। ইকোকার্ডিয়ামে কোনও বিপদের আশঙ্কা দেখা যায়নি। তাঁকে লাগাতার ECG মনিটরিংয়ে রাখা হচ্ছে। সেইসঙ্গে প্রয়োজন হলে অ্যাঞ্জিওগ্রাফি করানো হতে পারে। অ্যাঞ্জিওগ্রাফির অর্থ হল, রক্ত ধমনীর এক্স-রে পর্যবেক্ষণ করা। Smriti Mandhana Palaash Muchhal: রাত পোহালেই বিয়ের পিঁড়িতে স্মৃতি-পলাশ, এক ঝলকে দেখুন গায়ে হলুদে তারকা ব্যাটারের ছবি এখন কেমন আছেন? এখনও শ্রীনিবাসের রক্তচাপ অনেকটাই উপরের দিকে রয়েছে। চিকিৎসক নমন শাহ আরও জানালেন, হয়ত শারীরিক এবং মানসিক চাপের কারণে তাঁর শরীর খারাপ হয়েছে। Smriti Mandhana Marriage Update: বিয়ের পিঁড়িতে বসছেন স্মৃতি-পলাশ, আগেভাগেই 'বিশেষ উপদেশ' প্রধানমন্ত্রী মোদীর! এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাবার শরীর খারাপ হওয়ার পর স্মৃতি মান্ধানা আপাতত নিজের বিবাহ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছেন। কবে এই অনুষ্ঠান ফের আয়োজন করা হবে, সেই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 12:14 pm

Entertainment Latest Live News Updates: ২৩ বছর লিভ-ইনের পর বিয়ে অভিনেত্রীর

Ashlesha Sawant: টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-দম্পতি অশ্লেষা সাওয়ান্ত এবং সন্দীপ বাসওয়ানা দীর্ঘ ২৩ বছরের লিভ-ইন সম্পর্কের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ১৬ নভেম্বর বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে একেবারেই ব্যক্তিগত ভাবে, শুধুমাত্র পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে। দুই দশকেরও বেশি সময় একসঙ্গে থাকার পর এই সহজ-সরল অনুষ্ঠানের মধ্যেই তারা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 12:10 pm

Black Friday Deals: ফ্লিপকার্ট-আমাজন সেলে ৬৫ ইঞ্চি স্মার্ট টিভিতে বছরের সেরা অফার, সোনি-সামস্যাঙে বিশাল ছাড়!

Black Friday Deals: ব্ল্যাক ফ্রাইডে সেল শুরু হতেই বড় পর্দার স্মার্ট টিভি কেনার আগ্রহ বহু ক্রেতার মধ্যে বেড়েছে। সারা বছর অপেক্ষা করে থাকা মানুষদের কাছে এই সময়টাই সবচেয়ে উপযুক্ত। কারণ এই সময়ে ৬৫ ইঞ্চি পর্দার স্মার্ট টিভিতে এমন সব অফার পাওয়া যাচ্ছে, যা সাধারণ সময়ে পাওয়া যায় না। বিশেষ করে যাঁরা বেশ কিছুদিন ধরে বাড়ির জন্য একটি বড় পর্দার টিভি কেনার ইচ্ছা পুষে রেখেছেন, তাঁদের জন্য এই সেলের সুযোগ সত্যিই অনন্য। কারণ নানা পরিচিত সংস্থার টিভিতে একদিকে যেমন দামে বিশাল ছাড় রয়েছে, অন্যদিকে রয়েছে সহজে কিস্তির সুবিধা, বিভিন্ন ব্যাংকের অতিরিক্ত ছাড় এবং পুরোনো টিভি বদলে নতুন টিভিতে আরও কম দাম পাওয়ার সুবিধা। বড় টিভিতে দেখার অভিজ্ঞতাই আলাদা ছোট পরদার তুলনায় বড় পরদার টিভিতে কোনও কিছু দেখার অভিজ্ঞতা একদম আলাদা। পরিবারের সবাই মিলে সিনেমা, খেলা বা অনুষ্ঠান দেখতে চাইলে বড় পর্দার টিভি ঘরের পরিবেশকেই বদলে দিতে পারে। তাছাড়া আধুনিক স্মার্ট টিভিগুলি এখন অনেক উন্নত প্রযুক্তি নিয়ে তৈরি হওয়ায় ছবি ও শব্দের মান আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার। তাই কম দামে বড় পর্দার টিভি পাওয়ার সুযোগ আসলে তা হাতছাড়া করা সত্যিই উচিত নয়। ব্ল্যাক ফ্রাইডে সেলে এই সুবিধা পাওয়া যাচ্ছে বলেই সবার নজর এখন বড় টিভিগুলোর দিকেই। আরও পড়ুন- সেরা ৫ ইলেকট্রিক স্কুটার! মধ্যবিত্তের নাগালে কোনটা সেরা? এই সেলে বিভিন্ন সংস্থার ৬৫ ইঞ্চি পর্দার টিভির দামে উল্লেখযোগ্য ছাড় মিলছে। কিছু সংস্থার টিভিতে অর্ধেকেরও বেশি ছাড় পাওয়া যাচ্ছে। আবার কিছু সংস্থা বিশেষ ব্যাংকের কার্ডে অতিরিক্ত ছাড় দিচ্ছে। এর ফলে প্রকৃত দাম আরও কমে যাচ্ছে। অনেক জায়গায় পুরোনো টিভি বদলে নতুন টিভি কিনলে অতিরিক্ত দাম কমে যাচ্ছে, ফলে অনেকেই আরও কম খরচে আধুনিক বড় পর্দার স্মার্ট টিভি ঘরে তুলে নিতে পারছেন। এই অফারগুলোর কারণে সেলের সময় টিভির চাহিদা আরও বেশি বেড়ে গেছে। আরও পড়ুন- আগুনে স্মার্টফোনে বাজারে বিস্ফোরণ, Lava Agni 4 এর ফিচার থেকে ক্যামেরা তাক লাগাবে ক্রেতারা যাতে আরও সহজে টিভি কিনতে পারেন, সে জন্য প্রায় সব টিভিতেই দীর্ঘমেয়াদি কিস্তির সুবিধা দেওয়া হচ্ছে। এতে একবারে পুরো মূল্য পরিশোধ করতে না পারলেও অল্প মাসিক কিস্তিতে টিভি কেনা সম্ভব হচ্ছে। তাছাড়া কিছু কার্ডে সুদবিহীন কিস্তির সুবিধাও পাওয়া যাচ্ছে, যা ক্রেতাদের বাড়তি স্বস্তি দিচ্ছে। সেলের সময়ে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছে কম দামে উচ্চমানের ছবি ও শব্দ পাওয়া যায় এমন বড় পর্দার টিভিগুলো। পরিবারের সদস্যদের সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন বা উৎসবের মরসুমে সিনেমা দেখার আনন্দ এই টিভিগুলো অনেকটাই বাড়িয়ে দেয়। আরও পড়ুন- আইফোনে ৫টি বড় আপগ্রেড, ক্যামেরা থেকে ডিজাইন, বদলে যাবে অভিজ্ঞতা! বড় পর্দার টিভিগুলোর ছবির মান সাধারণত খুবই উজ্জ্বল এবং রঙিন হয়, ফলে বড় পরদার কোনও কিছু দেখলে তা একেবারে বাস্তবের মত দেখায়। আবার আধুনিক স্মার্ট টিভিতে উন্নত প্রযুক্তির সহায়তায় ছবির অন্ধকার ও উজ্জ্বল অংশ আলাদা করে আরও পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়। শব্দের ক্ষেত্রেও অনেক টিভিতে উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে ঘরেই থিয়েটারের মতো অনুভূতি পাওয়া যায়। বিশেষ করে যাঁরা খেলাধুলার অনুষ্ঠান দেখেন বা সিনেমা–প্রেমী, তাঁদের জন্য বড় পর্দার টিভি বাড়িতে থাকার অভিজ্ঞতার আলাদা মূল্য রয়েছে। আরও পড়ুন- AI Tools-এর ব্যাপারে বিরাট ঘোষণা ইউটিউবের, যাঁরা কনটেন্ট পোস্ট করে আয় করেন তাঁদের কী হবে? সেলের এই সময়টিতে বহু মানুষ নতুন টিভি কেনার পরিকল্পনা করছেন। কারণ বাজারে এখন যে সব অফার পাওয়া যাচ্ছে, সেগুলো সাধারণ সময়ে পাওয়া সম্ভব নয়। বড় ব্র্যান্ডের টিভিতে কম দামে উচ্চমানের প্রযুক্তি পাওয়ার নিশ্চয়তাই এই সেলকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাই যদি আপনি বড় পর্দার টিভি কেনার কথা ভেবে থাকেন, তবে এই সময়টিকে হাতছাড়া করা উচিত নয়। বিভিন্ন অফারের তুলনা করে আপনার প্রয়োজন ও বাজেট অনুযায়ী উপযুক্ত টিভিটি বেছে নিলে দীর্ঘদিন নিশ্চিন্তে তা ব্যবহার করতে পারবেন। ব্ল্যাক ফ্রাইডে সেলে চলতি বছরের সবচেয়ে সাশ্রয়ী দামে বড় পর্দার স্মার্ট টিভি ঘরে তোলা সত্যিই চমৎকার সুযোগ। পরিবারের সময়কে আরও আনন্দময় করতে বড় পর্দার টিভির মতো ডিভাইস এখন অনেকেরই প্রথম পছন্দ হয়ে উঠেছে। সুযোগ যখন এমন, তখন সেরা দামে উন্নতমানের টিভি কেনার এই সময়টি কেউই মিস করতে চান না।

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 12:10 pm

Gold Price Today: সপ্তাহের প্রথম দিনেই ধারণার বাইরে কমল সোনার দাম, জানুন আপনার শহরের ২৪, ২২ এবং ১৮ ক্যারেট গোল্ডরেট

Gold Price Today :সপ্তাহের প্রথম দিনেই ঝুপ করে কমে গেল সোনার দাম। এতটা কমবে ভাবতেই পারেন নি ক্রেতারা। এদিন সোনার পাশাপাশি রূপারও দাম কমেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার শহরে ২৪, ২২ এবং ১৮ ক্যারেট সোনা কত দামে বিক্রি হচ্ছে। আরও পড়ুন- SIR নিয়ে মমতার পথে নামার আগেই তড়িঘড়ি জরুরি বৈঠকে অভিষেক, বিরাট কোন পরিকল্পনা? সপ্তাহের প্রথম দিনে সোনার দাম কমেছে, পাশাপাশি কমেছে রূপার দামও। আজ ২৪শে নভেম্বর রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১২৫,৯৮০ টাকায় নেমেছে। মুম্বইতেও প্রতি ১০ গ্রাম ১২৫,৮৩০ টাকায় দাঁড়িয়েছে। দেশের অন্যান্য শহরেও সোনার দাম কমেছে। তবে, এক সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দাম ৭৬০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৭০০ টাকা বেড়েছিল। বিশ্বব্যাপী, সোনার স্পট দাম প্রতি আউন্স ৪,০৬১.৯১ ডলারে দাঁড়িয়েছে। এক নজরে দেখে নিন দেশের বড় শহরে সোনার দাম দিল্লিতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,২৫,২৮০ টাকা ২২ ক্যারেট - ১,১৪,৮৫০ টাকা ১৮ ক্যারেট - ৯৪,০০০ টাকা মুম্বইয়ে সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,২৫,১৩০ টাকা ২২ ক্যারেট - ১,১৪,৭০০ টাকা ১৮ ক্যারেট - ৯৩,৮৫০ টাকা চেন্নাইতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,২৫,৬৭০ টাকা ২২ ক্যারেট - ১,১৫,২০০ টাকা ১৮ ক্যারেট - ৯৬,১০০ টাকা কলকাতায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,২৫,১৩০ টাকা ২২ ক্যারেট - ১,১৪,৭০০ টাকা ১৮ ক্যারেট - ৯৩,৮৫০ টাকা আহমেদাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,২৫,১৮০ টাকা ২২ ক্যারেট - ১,১৪,৭৫০ টাকা ১৮ ক্যারেট - ৯৩,৯০০ টাকা লখনউতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,২৫,২৮০ টাকা ২২ ক্যারেট - ১,১৪,৮৫০ টাকা ১৮ ক্যারেট - ৯৪,০০০ টাকা পাটনায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,২৫,১৮০ টাকা ২২ ক্যারেট - ১,১৪,৭৫০ টাকা ১৮ ক্যারেট - ৯৩,৯০০ টাকা হায়দ্রাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,২৫,১৩০ টাকা ২২ ক্যারেট - ১,১৪,৭০০ টাকা ১৮ ক্যারেট - ৯৩,৮৫০ টাকা ভারতে বিয়ের মরশুম শুরু হয়ে গেছে। সোনা ও রূপার দাম কমে যাওয়ায় মানুষের মুখে হাসি ফুটেছে। বাজার বিশেষজ্ঞরা আশা করছেন বিয়ের মরশুমে সোনার চাহিদা বাড়বে। রূপার দাম সোনার মতো, রূপার দামও কমেছে। ২৪শে নভেম্বর, প্রতি কেজি রূপার দাম ১,৬৩,৯০০ টাকা। এক সপ্তাহে রূপার দাম ৫,০০০ টাকা কমেছে। আরও পড়ুন- বিএলওকে খুনের হুমকি, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি, গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 12:02 pm

চল্লিশে চালশে নয়! বাইসাইকেল কিকে অবিশ্বাস্য গোল ‘ক্ষুধার্ত’ রোনাল্ডোর

গোল করে ইন্টার মায়ামিকে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে তুলেছেন লিওলেন মেসি।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 12:01 pm

SSC result publish: একাদশ-দ্বাদশে যাঁরা ডাক পাননি আজই শেষ সুযাগ, সন্ধ্যায় বেরাচ্ছে SSC নবম-দশমের ফল

SSC news: দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল বাতিল করেছিল কোর্ট। প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে পরীক্ষা হয়েছে। শুধু শিক্ষক নয়, নতুন করে পরীক্ষা নিতে বলা হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। সেই পরীক্ষাও হবে খুব শীঘ্রই। এরই মধ্যে আজ আবার নবম-দশমের ফলপ্রকাশ।

টিভি 9 বাংলা 24 Nov 2025 11:57 am

৩৫ শতাংশ বুথেই তৃণমূলের বিএলএ-র নাম নেই! নেপথ্যে কমিশনের চক্রান্ত?

খসড়া তালিকা প্রকাশের আগে এখন বাকি বিএলএ-দের নাম নথিভুক্ত করার তোড়জোড়।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 11:57 am

West bengal Weather Latest Update: বুধবারই ডেডলাইন! ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার, বাংলায় কী বিপর্যয়?

West Bengal, Kolkata Weather Report: দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কয়েক দিন স্বাভাবিকের থেকে সামান্য নীচে নামতে পারে। কলকাতায় ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকবে আগামী পাঁচ দিন। শুষ্ক হাওয়ায় হালকা শীতের আমেজ।

টিভি 9 বাংলা 24 Nov 2025 11:57 am

মোদীর কাছে ঐশ্বর্যের অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির জবাব চাওয়ার AI ভিডিও ভাইরাল

বুম দেখে শ্রী সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকীতে ঐশ্বর্য রাইয়ের বক্তৃতার আসল ভিডিওর কোথাও ভাইরাল প্রশ্নগুলি তিনি করেননি।

বুমলাইভ 24 Nov 2025 11:52 am

Dinhata attempted murder |আসামাজিক কাজের প্রতিবাদ! প্রাণে মারার চেষ্টা যুবককে, আতঙ্কে দিনহাটার কারিশাল গ্রাম

দিনহাটা: ধানখেত থেকে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাল পরিবারের লোকেরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটার ১ নং ব্লকের পুটিমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের কারিশাল গ্রামে। জখম যুবকের নাম তৌহিদ রব্বানী। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। যুবককে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে দিনহাটা থানায়। ঘটনায় নাম জড়িয়েছে প্রতিবেশি এক যুবকের। পরিবার […] The post Dinhata attempted murder | আসামাজিক কাজের প্রতিবাদ! প্রাণে মারার চেষ্টা যুবককে, আতঙ্কে দিনহাটার কারিশাল গ্রাম appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 11:51 am

SIR নিয়ে মমতার পথে নামার আগেই তড়িঘড়ি জরুরি বৈঠকে অভিষেক, বিরাট কোন পরিকল্পনা?

SIR ইস্যুতে ফের জরুরি বৈঠকে তৃণমূল কংগ্রেস। সোমেই অনুষ্ঠিত হতে চলেছে এক ভার্চুয়াল বৈঠক। রাজ্যে চলমান SIR প্রক্রিয়া নিয়ে পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে এদিনের এই বৈঠকে বলেই দলীয় সূত্রে খবর। এদিনের বৈঠকে সভাপতিত্ব করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন- মৃত্যুতে আনন্দ পাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার, SIR আবহে কমিশনে তুলধোনা কল্যাণের, পালটা আজ পথে BLO-রা দলীয় সূত্রের খবর, এই বৈঠকে অভিষেক SIR আবহে দলের পরবর্তী রূপরেখা ঠিক করবেন। ইতিমধ্যেই দলীয় সাংসদ, বিধায়ক, বিভিন্ন পুরসভার প্রধান, জেলা সভাপতি এবং তৃণমূলের অন্যান্য গণসংগঠনের নেতাদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, প্রায় দশ হাজার কর্মী এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন। আরও পড়ুন- কোন অঙ্কে ২৬-এ রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি, জানিয়েই দিলেন শুভেন্দু এবিষয়ে রাজ্য মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, SIR নিয়ে দলের কৌশল ছাড়াও লোকসভা ও রাজ্যসভার সাংসদ ও বিধায়কদের কাজের মূল্যায়নও হতে পারে আজকের এই বৈঠকে। পাশাপাশি, সম্প্রতি বিভিন্ন জেলায় জেলায় দলের যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে, সেগুলি নিয়েও আজকের এই বৈঠকে আলোচনা হবে এবং সংশ্লিষ্ট জেলার নেতাদের ভোটের আগে কঠোর বার্তা দেওয়া হতে পারে। এছাড়া SIR-কে কেন্দ্র করে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা, এবং অতিরিক্ত কাজের চাপের কারণে BLO-দের অসুস্থ হয়ে পড়া বা মৃত্যুর ঘটনাকে সামনে রেখে জেলাস্তরে প্রতিবাদ কর্মসূচি কীভাবে পরিচালিত হবে, সে বিষয়েও নির্দেশ দেবেন অভিষেক। আরও পড়ুন- কলকাতার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শর খুনে এবার বিরাট গ্রেফতারি, পুলিশের জালে কে জানলে চমকে যাবেন উল্লেখ্য SIR–কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে প্রকাশ্যে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি অবিলম্বে SIR প্রক্রিয়া বন্ধেরও দাবি জানিয়েছেন। এবিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও পৃথক চিঠি পাঠিয়ে নিজের উদ্বেগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, SIR–এর পুরো প্রক্রিয়ায় শুরু থেকেই পরিকল্পনা, প্রস্তুতি ও স্পষ্ট নির্দেশের অভাব ছিল। ফলে বুথ লেভেল অফিসাররা (BLO) চরম মানসিক ও কর্মচাপের শিকার হচ্ছেন। এসআইআর বিতর্ক জোরদার হওয়ার মধ্যেই আবারও পথে নামতে চলেছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বড়সড় কর্মসূচিতে যোগ দেবেন তিনি। চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত হবে পদযাত্রা, এরপর ঠাকুরবাড়ির কাছেই জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। আরও পড়ুন- পেশোয়ারে বুক কাঁপানো জঙ্গি হামলা, আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিল হামলাকারী মতুয়া মহলে এসআইআর নিয়ে তৈরি হওয়া উত্তেজনার মাঝে এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। এসআইআর করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরও আন্দোলনে নেমেছেন। মতুয়া অধ্যুষিত বনগাঁয় এই ইস্যু এখন প্রধান আলোচনার বিষয়। এর মাঝেই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 11:46 am

অল্প আলাপেই কসবার হোটেলে উদ্দাম যৌনতা! কেন সম্পর্কে তাল কাটল আদর্শ ও কোমলের?

হোটেল থেকে নগ্ন দেহ উদ্ধার হয় আদর্শের।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 11:43 am

সংঘাত বাড়ছে হাতি-মানুষে! বানারহাটে জঙ্গলে যুবকের দেহ উদ্ধারের নেপথ্যে হাতির হামলা?

একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 11:42 am

অলিম্পিক পদক থেকে এবার শুটিং ফেডারেশনের কর্তা, নতুন অধ্যায় শুরুর পথে গগন নারাং

এমনিতে গগন নারাং কেন্দ্রীয় সরকারের 'স্নেহধন্য'।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 11:38 am

Aadhaar Card Revolution: আধার কার্ডের জেরক্স দিতে হবে না আর, বদলে অন্য ব্যবস্থা আনছে আধার অ্যাপ!

New Aadhaar App: ইউআইডিএআইয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার ভুবনেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, এই অ্যাপের মূল লক্ষ্য হল আধার কার্ডের অপব্যবহার ও জালিয়াতি ঠেকানো। আর সেই কারণেই ফিজিক্যাল কপির উপর নির্ভরতা কমলে আপনার গোপনীয়তা বজায় থাকবে।

টিভি 9 বাংলা 24 Nov 2025 11:34 am

চোর সন্দেহে তরুণকে গণধোলাই! চুঁচুড়ায় পোস্টে বেঁধে রেখে খবর পুলিশকে

বন্ধ বাড়ির দরজা ভেঙে ঢোকে অভিযুক্ত।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 11:31 am

Chief Justice of India |দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে বিচারপতি সূর্য কান্ত, নিলেন ৫৩তম সিজেআই হিসেবে শপথ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার ভারতের ৫৩তম প্রধান বিচারপতি (Chief Justice of India) হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রায় ১৫ মাস কাজ করবেন তিনি। এদিন রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, রাজ্যসভার […] The post Chief Justice of India | দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে বিচারপতি সূর্য কান্ত, নিলেন ৫৩তম সিজেআই হিসেবে শপথ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 11:29 am

বিএলওকে খুনের হুমকি, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি, গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা

একদিকে যখন বাংলায় SIR চলকালীন বিএলও মৃত্যু নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঠিক তখনই বিএলওকে খুনের হুমকি, বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার তৃণমূল নেতার। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালি। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই বিএলএকে। জানা গিয়েছে তার নাম জামিরুল ইসলাম মোল্লা। আরও পড়ুন- কলকাতার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শর খুনে এবার বিরাট গ্রেফতারি, পুলিশের জালে কে জানলে চমকে যাবেন ব্লক লেভেল অফিসার (বিএলও)–কে খুনের হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের ব্লক লেভেল এজেন্ট (বিএলএ) জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা সোমবার জানান, ভোটার তালিকা সংশোধন নিয়ে বিবাদকে কেন্দ্র করেই ঘটে এই হুমকির ঘটনা। সূত্রের খবর, সন্দেশখালি ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয় যে ৩ নম্বর বুথের বিএলও দীপক মাহাতোকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি তার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন জামিরুল। অভিযোগ অনুযায়ী, তার ৯৭ বছর বয়সী কাকার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি ফোনে বিএলও–কে খুনের হুমকি দেন এবং তার বাড়ি–ঘরে আগুন লাগিয়ে দেওয়ার কথাও বলেন। হুমকির সেই অডিও ক্লিপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আরও পড়ুন- জয় শ্রীরাম নয় ভারতমাতা কি জয় বলুন”, বিধানসভা ভোটের আগে খেলা ঘোরাতে মাস্টারপ্ল্যান শুভেন্দুর বিএলও দীপক মাহাতো জানান, জামিরুলের কাকার নাম ২০০২ সালের ভোটার তালিকায় না থাকায়, (SIR) বিধি অনুযায়ী নতুন ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। এটি একটি নির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু এই বিষয়ে নির্দিষ্ট ব্যাখ্যা সত্ত্বেও, তৃণমূলের স্থানীয় নেতা জামিরুল তাকে ধারাবাহিকভাবে হুমকি দিয়ে আসছিলেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার হওয়া জামিরুল ইসলাম মোল্লা রেশন কেলেঙ্কারির মামলায় জেলবন্দী তৃণমূল নেতা শাহজাহান শেখের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও। গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে নেমেছে পুলিশ। আরও পড়ুন- IMD weather alert: বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে আতঙ্ক তুঙ্গে! জমাটি ঠান্ডা আর কবে? বিষয়টি নিয়ে বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান জানান, ধৃত তৃণমূল নেতা জামিরুল ইসলামের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হুমকি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 11:12 am

Cooch Behar: ফর্ম আপলোড করতে গিয়ে বিপত্তি, BLO-কে আটকে রেখে বিক্ষোভ

SIR In WB: মাথাভাঙা এলাকায় ২৪৩ ও ২৪৪ নং বুথে ভোটার তালিকা থেকে ৪২৫ জনের নাম উধাও হয়ে গিয়েছিল, যদিও পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। সেখানে উধাও হয়ে যাওয়া ৪২৫ জনেরই নাম রয়েছে। বিএলও সেই ব্যক্তিদের নাম অনলাইনে আপলোড করতে যান।

টিভি 9 বাংলা 24 Nov 2025 11:11 am

টি-টোয়েন্টি সিরিজে ফেরানোর মরিয়া চেষ্টা! শুভমানের জন্য বিশেষ ‘রুটিন’

বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ক'দিন পরেই রিহ্যাব শুরু করবেন তিনি।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 11:03 am

Pakistan Blast |পাকিস্তানের আধা সেনার সদর দপ্তরে পরপর বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৩, ‘আত্মঘাতী’ হামলা, অনুমান পুলিশের   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে তিন জনের। আত্মঘাতী হামলা বলে অনুমান পুলিশের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর দপ্তরে। পাক পুলিশের তরফে জানানো হয়েছে, প্রথম বিস্ফোরণ ঘটে আধা সামরিক বাহিনীর মূল ফটকে। কয়েক মিনিটের মাথায় ফের বিস্ফোরণ ঘটে দপ্তরে। ওই ঘটনার […] The post Pakistan Blast | পাকিস্তানের আধা সেনার সদর দপ্তরে পরপর বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৩, ‘আত্মঘাতী’ হামলা, অনুমান পুলিশের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 11:01 am

প্রোটিয়াদের রানের পাহাড় তাড়া করতে গিয়ে বিপাকে ভারত, গুয়াহাটিতেও হারবেন পন্থরা?

কোনওমতে ১০০ রান তুলতে পেরেছেন যশস্বী জয়সওয়ালরা।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 11:01 am

Sonam Wangchuk |কারাবন্দি ওয়াংচুকের হাতে জেলখানাও পাঠশালা

নয়াদিল্লি: ‘…হামকো তো রাহে থি চালাতি, উও খুদ আপনি রাহ বানাতা, গিরতা সামভালতা মস্তি মে চলতা থা উও…।’ লাদাখের জলবায়ু আন্দোলন কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) জীবন থেকে অনুপ্রাণিত আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার এই গানের কলিগুলি হঠাৎ যেন বাস্তবের পটভূমিতে নেমে এসেছে। লে-তে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতীয় সুরক্ষা আইনে […] The post Sonam Wangchuk | কারাবন্দি ওয়াংচুকের হাতে জেলখানাও পাঠশালা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 11:00 am

ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ সূর্য কান্তের

সূর্য কান্তের ব্যক্তিগত আমন্ত্রিতদের তালিকায় ছিলেন প্রায় হাজার জন।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 10:55 am

Madani |আজমের গ্রেপ্তার নিয়ে মাদানির প্রশ্ন

নয়াদিল্লি: ভারতে মুসলিমরা বঞ্চনার শিকার বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি আর্শাদ মাদানি। লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় নাম জড়ানো আলা ফালাহ বিশ্ববিদ্যালয় বা সপার প্রভাবশালী সংখ্যালঘু মুখ আজম খানের ঘটনা এই প্রসঙ্গে টেনে এনেছেন তিনি। মাদানি (Madani) বলেন, ‘একজন মুসলিম, মামদানি নিউ ইয়র্কের মেয়র হতে পারেন। একজন খান লন্ডনের মেয়র হতে পারেন। কিন্তু ভারতে […] The post Madani | আজমের গ্রেপ্তার নিয়ে মাদানির প্রশ্ন appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 10:53 am

পেশোয়ারে বুক কাঁপানো জঙ্গি হামলা, আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিল হামলাকারী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে ফের বড়সড় জঙ্গি হামলার ঘটনা। পাক সংবাদ মাধ্যম ডন-এর প্রতিবেদনে জানা গেছে, সোমবার সকালে ফেডারেল কনস্টেবুলারি (এফসি) সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ড. মিয়ান সাঈদ আহমেদ হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলিবিনিময় চলছে। পাশাপাশি, কমপক্ষে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও তিনি জানিয়েছেন। জঙ্গিরা প্রথমে সদর দপ্তরের দিকে নির্বিচার গুলি চালালে নিরাপত্তাবাহিনী পাল্টা জবাব দেয়। হামলার পর পেশোয়ারের ব্যস্ত সদর অঞ্চল সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে এবং পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ফোর্স ও অন্যান্য নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। আরও পড়ুন- কলকাতার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শর খুনে এবার বিরাট গ্রেফতারি, পুলিশের জালে কে জানলে চমকে যাবেন Flash News More visuals from the ongoing attack on FC headquarters in Peshawar... https://t.co/mtRPf1VE5c pic.twitter.com/kRZgqfQo2d — OsintTV (@OsintTV) November 24, 2025 পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দফতরে জঙ্গি হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলেই খবর। সোমবার ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির সদর দফতরে গুলিবর্ষণ ও আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। জানা গিয়েছে, পরপর দুটি আত্মঘাতী হামলা চালানো হয়। এর মধ্যে প্রথম হামলাকারী মূল প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটায় এবং দ্বিতীয়জন কম্পাউন্ডের ভেতরে ঢুকে হামলা চালায় বলে সূত্রের খবর। এবিষয়ে এক শীর্ষ কর্তা রয়টার্সকে জানান, “সেনা ও পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। সদর দফতরের ভেতরে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি।” জনবহুল অঞ্চলে অবস্থিত এই সদর দফতরটি সামরিক ক্যান্টনমেন্ট এলাকার কাছেই হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। আরও পড়ুন- জয় শ্রীরাম নয় ভারতমাতা কি জয় বলুন”, বিধানসভা ভোটের আগে খেলা ঘোরাতে মাস্টারপ্ল্যান শুভেন্দুর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর ওই এলাকা যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় সেনা ও পুলিশ। এসময় সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এফসি চক মেইন সদরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করা হয় এবং নিরাপত্তা বাহিনীকে জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। এর আগে চলতি বছরের শুরুতে কোয়েটায় একই ধরনের আরেকটি জঙ্গি হামলায় প্যারামিলিটারি সদর দফতরের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছিলেন। আরও পড়ুন- IMD weather alert: বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে আতঙ্ক তুঙ্গে! জমাটি ঠান্ডা আর কবে?

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 10:51 am

জল ভেবে অ্যাসিডে রান্না! ঘাটালে আশঙ্কাজনক একই পরিবারের ৬

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রত্নেশ্বরবাটি গ্রামে।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 10:43 am

How to make Chingri Malaikari: সামান্য উপকরণ, মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন চিংড়ি মাছের মালাইকারি!

Quick Chingri Malai Curry: খুব অল্প জিনিস দিয়েই মাত্র ১০ মিনিটে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চিংড়ি মাছের মালাইকারি (Malaikari)। সামান্য জিনিস দিয়ে এবং কম সময়ে তৈরি হওয়ায় বাড়িতে কোনও অতিথি আসলে তড়িঘড়ি এই মাছের পদ বানিয়ে নিতে পারেন। চলুন, দেখে নেওয়া যাক, কীভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করবেন। কীভাবে বানাবেন? এজন্য পরিমাণমতো চিংড়ি মাছ নিতে হবে। তা ধুয়ে, কেটে নিতে হবে। এখানে ৩০০ গ্রাম চিংড়ি মাছের ওপর ভিত্তি করে রেসিপিটি দেওয়া হল। এজন্য নেওয়া হয়েছে হাফ কাপের মত নারকেল বাটা। নারকেল বাটা ছেঁকে শুধু দুধটাও ব্যবহার করতে পারেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিন দুই থেকে তিন চামচ সরষের তেল। এবার তার মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। সঙ্গে, সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিন। সঙ্গে দিতে পারেন একচামচ জিরের গুঁড়ো। আর একচামচ ধনের গুঁড়ো। সঙ্গে নিন স্বাদ অনুযায়ী নুন। এগুলোর সঙ্গে হাফ কাপ নারকেলের দুধ ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে চিংড়ি মাছগুলো দিন। মনে রাখবেন এগুলো কিন্তু, কড়াই উনানে বসানোর আগেই করা হচ্ছে। আরও পড়ুন- বিড়ালদেরও ডিমেনশিয়া হতে পারে, আপনার পোষ্য সেই কষ্টে ভুগছে না তো? এর পাশাপাশি চার থেকে পাঁচটি এলাচ থেঁতো করে কড়াইয়ের ওই মিশ্রণে দিয়ে দিন। এরপর মিশ্রণের সঙ্গে হাফ কাপ জল মিশিয়ে নিন। চার-পাঁচটে কাঁচালঙ্কা চিরে ওই মিশ্রণে দিয়ে দিন। প্রয়োজনে নারকেলের সঙ্গে কাঁচালঙ্কা বেটেও মিশ্রণে দিতে পারেন। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে সেখানে কড়াইটা বসিয়ে দিন। এতে মিশিয়ে দিন হাফ কাপ চিনি। তাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে উনুনে বসিয়ে টানা ৫ মিনিট রেখে দিন। আরও পড়ুন- রবি ঘোষ চেয়েছিলেন বডিবিল্ডার হতে, হয়ে গেলেন প্রবাদপ্রতিম কমেডিয়ান এরপর গ্যাসের আঁচটাকে আরও একটু কমিয়ে কড়াইয়ের ঢাকনা সরিয়ে ভিতরের মিশ্রণটাকে নাড়িয়ে নিন। মাছগুলোকে উলটে পালটে দিন। এরপর ছোট্ট সাইজের টমেটো ওই মিশ্রণে দিয়ে দিন। বড় সাইজের টমেটো হলে হাফ টমেটো ওই মিশ্রণে দিয়ে দিন। এরপর মিশ্রণটা ভালো করে নাড়িয়ে কড়াইটা ঢেকে রেখে আরও ১০ মিনিট তা উনানের আঁচে বসিয়ে রাখুন। আরও পড়ুন- পান গোলাপি উজ্জ্বল ত্বক, এই সবজির রসেই ত্বক করুন কোরিয়ানদের মত ঝলমলে এরপর পাঁচ মিনিট পর ঢাকনাটিকে খুলে সামান্য হাফ চা চামচ আটা দুই চামচের মত জলে গুলে কড়াইয়ের মিশ্রণটিতে দিয়ে দিতে হবে। এতে পাতলা ঝোল অনেকটাই ঘন হয়ে যাবে। তবে, না চাইলে আটা দেওয়ার দরকার নেই। চাইলে আটার জায়গায় আধা চা চামচ ময়দাও মিশ্রণটিতে মিশিয়ে নিতে পারেন। তবে কর্নফ্লাওয়ার দেবেন না। আরও পড়ুন- অভিশপ্ত দুর্গ, যেখানে নাকি আজও ঘুরে বেড়ায় প্রেতাত্মারা! রাতে থাকে বন্ধ এরপর গ্যাস বন্ধ করে চিংড়ি মাছের এই মালাইকারি পরিবেশন করতে পারেন। পেঁয়াজ, রসুন ছাড়া তৈরি হলেও ধরতে পারবেন না যে এটা পেঁয়াজ-রসুন ছাড়াই তৈরি হয়েছে। এর স্বাদ হবে এতটাই সুন্দর। ট্রাই করে দেখুন এই রেসিপিটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 10:42 am

কলকাতার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শর খুনে এবার বিরাট গ্রেফতারি, পুলিশের জালে কে জানলে চমকে যাবেন

দক্ষিণ কলকাতার কাসবা এলাকার একটি হোটেল থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসালকারের নগ্ন দেহ উদ্ধার হওয়ার ঘটনার তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। শনিবার দুপুরে ঘটনাটি সামনে আসার পর রবিবার পুলিশ জানায়, দুই অভিযুক্ত, এক ডেলিভারি এজেন্ট ও এক যুবতীকে গ্রেফতার করা হয়েছে। দু’জনের বয়সই কুড়ির কোঠায়। পুলিশের সূত্রে জানা যাচ্ছে, গ্রেফতার হওয়া দুজন হলেন নদিয়ার বাসিন্দা ধ্রুব মিত্র এবং ব্যারাকপুরের বাসিন্দা কমল সাহা। হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত ৯টার সময় দু’জনই আদর্শের ঘরে ঢুকছেন এবং প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ভোর রাত ২.৩০টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে যাচ্ছেন। পরদিন শনিবার দুপুরে আদর্শের মৃতদেহ ঘর থেকে উদ্ধার হয়। আরও পড়ুন- জয় শ্রীরাম নয় ভারতমাতা কি জয় বলুন”, বিধানসভা ভোটের আগে খেলা ঘোরাতে মাস্টারপ্ল্যান শুভেন্দুর তদন্তে উঠে এসেছে, কলকাতায় বন্ধুর সঙ্গে ভাড়া বাড়িতে থাকা আদর্শ ওই হোটেলে দুটি রুম বুক করেছিলেন। রাত সাড়ে আটটায় তিনি একটি ঘরে চেক-ইন করেন। একই সময়ে ধ্রুব ও কমল ওই হোটেলে ঢুকে আরেকটি ঘর নেন। যেটি আদর্শই বুক করেছিলেন। কিছুক্ষণ পরই রাত ৯টার দিকে তারা আদর্শের রুমে ঢোকে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে কমল দাবি করেছে যে, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তার সঙ্গে আদর্শের পরিচয় হয় এবং প্রথমবার দেখা করার সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবারই। কমলের কথায়, আদর্শের সঙ্গে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়, তাতে তিনি মাটিতে পড়ে যান। এরপর তার পা তোয়ালে দিয়ে বেঁধে তারা পালিয়ে যায়। তবে পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, আদর্শর মৃত্যু শ্বাসরোধের ফলে। তার দেহ সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল। পা বাঁধা এবং পিছনে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তকারীদের অনুমান, প্রথমে পিছন থেকে আঘাত করে অচেতন করা হয়, তারপর শ্বাসরোধ করে হত্যা করা হয়। আরও পড়ুন- IMD weather alert: বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে আতঙ্ক তুঙ্গে! জমাটি ঠান্ডা আর কবে? ঘটনাস্থল থেকে কন্ডোম উদ্ধার হয়েছে। পাশাপাশি আদর্শের মোবাইল ফোন ও মানিব্যাগ নিখোঁজ ছিল। পুলিশ সন্দেহ করছে, দুই অভিযুক্তই সেগুলি নিয়ে পালিয়েছে এবং পরে আদর্শের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। আরও জানা যাচ্ছে, ঘটনার পর থেকেই আদর্শের হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুকসহ সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা হয়। তদন্তকারীদের সন্দেহ, ডেটিং অ্যাপের পরিচয়ের আড়ালে অন্য কোনও চক্র কাজ করছে কি না। বিশেষ করে ধ্রুবের সঙ্গে কমলের সম্পর্ক ও দু’জনের একই ঘরে ওঠার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সেক্স র‍্যাকেটের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। এদিকে মৃত আদর্শের বাবা বিমল লোসালালকার দাবি করেছেন, তার ছেলে মিশুকে ও ভ্রমণপ্রেমী ছিল। শুক্রবার মাত্র দু মিনিট ফোনে কথা হয়েছিল। তিনি বলেন, “ও বলেছিল কাজ আছে, পরে বন্ধুদের সঙ্গে দেখা করবে। ও সম্প্রতি বলেছিল ওর প্রোমোশন হতে পারে, কিছু সহকর্মী সেটা ভালোভাবে নেয়নি।” আরও পড়ুন- Kolkata Metro: কলকাতা মেট্রোয় প্রযুক্তির নবযুগ! যাত্রী স্বার্থে অভূতপূর্ব উদ্যোগ, অভাবনীয় পদক্ষেপ দারুণ চর্চায় ঘটনার জেরে কলকাতা পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে শহরের হোটেল মালিকদের জন্য কিছু সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হবে।উল্লেখ্য, গত মাসেই কলকাতার রফি আহমেদ কিদওয়াই রোডের এক হোটেলের বক্স খাট থেকে থেকে উদ্ধার হয়েছিল পচাগলা এক যুবকের দেহ।

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 10:34 am

Surya Kant |আজ শপথ নেবেন সূর্য কান্ত

নয়াদিল্লি: সোমবার দেশের ৫৩তম প্রধান বিচারপতি (Chief Justice) হিসেবে শপথ নেবেন বিচারপতি সূর্য কান্ত (Surya Kant)। রবিবার অবসর গ্রহণ করেন তাঁর পূর্বসূরি প্রধান বিচারপতি বিআর গাভাই। সুপ্রিম কোর্টের (Supreme Court) যে সমস্ত বেঞ্চ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার, বিহারের ভোটার তালিকা সংশোধন এবং পেগাসাস স্পাইওয়ার সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় রায়দান ও নির্দেশ দিয়েছিল, তার […] The post Surya Kant | আজ শপথ নেবেন সূর্য কান্ত appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 10:30 am

India-Canada |গলছে বরফ! বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা শুরু করতে উদ্যোগী ভারত-কানাডা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা শুরু করতে উদ্যোগী হল ভারত-কানাডা (India-Canada)। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি২০ সামিটে (G20 Summit) উপস্থিত রয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও মার্ক কার্নি (Mark Carney)। জানা গিয়েছে, সম্মেলনের মাঝে দু’জনের মধ্যে কথা হয়। সেখানেই ফ্রি ট্রেড ডিলের লক্ষ্যে আলোচনা শুরুর বিষয়ে সম্মত হয় […] The post India-Canada | গলছে বরফ! বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা শুরু করতে উদ্যোগী ভারত-কানাডা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 10:28 am

Ghatal: জল ভেবে রান্নায় ঢেলে দিয়েছিলেন অ্যাসিড, অতঃপর যা হল…

Paschim Medinipur: রত্নেশ্বরবাটি গ্রামের বাসিন্দা সন্নু সন্ন্যাসী। তিনি পেশায় রূপোর কারিগর। সেই সুবাদে বাড়িতে রাখা ছিল অ্যাসিড। রবিবার দুপুরে বাড়ির মহিলারা রান্না করছিলেন। সেই সময় ভুলবসত জল ভেবে সেই পাত্রে রান্না করে ফেলেন। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরিবারের সকলে। গুরুতর হন একই পরিবারের তিনজন শিশু।

টিভি 9 বাংলা 24 Nov 2025 10:21 am

IND vs SA 2nd Test Pitch Controversy: 'উইকেট তো নয়, যেন গড়গড়ে রাস্তা...', গুয়াহাটি পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে

IND vs SA: দ্বিতীয় দিন সকালে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa Test Match) যখন ব্যাট করতে নেমেছিল, সেইসময় তাদের হাতে মাত্র ৪ উইকেট বাকি ছিল। অনেকেই মনে করেছিলেন, প্রোটিয়া ব্রিগেড হয়ত ৩০০ রানের মধ্যে অলআউট হয়ে যাবে। সেটা তো হয়ইনি, উলটে লোয়ার অর্ডারের ব্যাটাররা ভারতীয় বোলারদের কার্যত ল্যাজেগোবরে করে দিলেন। ৪৮৯ রানে শেষ হল দক্ষিণ আফ্রিকা। দিনের শেষে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) এই ব্যর্থতার দায় উইকেটের ঘাড়েই চাপালেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। স্পষ্ট জানিয়ে দিলেন, গুয়াহাটির উইকেট যেন গড়গড়ে রাস্তা। ইতিপূর্বে, কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের প্রথম ম্য়াচ খেলা হয়েছিল। সেই উইকেট নিয়েই উঠেছিল বিতর্কের ঝড়। ভারত শেষপর্যন্ত ৩০ রানে হেরে যায়। IND vs SA 2nd Test, 3rd Day Live Updates: ৫০ রান টপকাল ভারত, বুঝেশুনে ব্যাটিং যশস্বী-রাহুলের উইকেটকে রাস্তার সঙ্গে তুলনা করলেন কুলদীপ চলতি সিরিজে ২ টেস্ট ম্য়াচে উইকেট নিয়ে তুলনা করলেন কুলদীপ যাদব। কথার সুরে রীতিমতো ব্যাঙ্গ ঝরে পড়ল। বললেন, 'কলকাতার উইকেট তো একেবারে আলাদা ছিল। আর এখানে তো যেন একেবারে রাস্তা (পাটা উইকেট)। সেকারণে লড়াইটা আরও চ্যালেঞ্জিং। দেখা যাক, শেষপর্যন্ত এই টেস্ট ম্য়াচের ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়।' IND vs SA: রাহুল অধিনায়ক, বাইরে শুভমান-হার্দিক! Team India-র নির্বাচনের ৫ গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদবই সর্বাধিক উইকেট শিকার করেছেন। ২৯.১ ওভারে ১১৫ রান খরচ করে তিনি ৪ উইকেট নিজের ঝুলিতে পুরে নেন। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া কুলদীপের এই মন্তব্যকে কীভাবে গ্রহণ করেন, সেটাই আপাতত দেখার। কারণ, এই প্রথমবার বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কোনও টেস্ট ম্য়াচের আয়োজন করা হল। সেখানে ভারতেরই একজন সিনিয়র ক্রিকেটারের এমন মন্তব্য খুব ভালভাবে গ্রহণ করা হবে না। Rishabh Pant Angry Video: বললেও কথা শুনছেন না কুলদীপ, মেজাজ হারালেন ঋষভ! ভাইরাল ভিডিওয় তোলপাড় নেটপাড়া কুলদীপ জানালেন, এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার জন্য যথেষ্ট লড়াই করতে হবে। তাঁর কথায়, 'সবসময় চাপ তৈরি করাই আসল উদ্দেশ্য হতে পারে না। একটা ভাল ব্যাটিং সহায়ক উইকেটে কীভাবে আপনি কামব্যাক করতে পারেন, সেটাও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এই উইকেটে বল করা সত্যিই খুব কঠিন। আমার মনে হয় না, এই উইকেট থেকে বোলাররা খুব বেশি ফায়দা তুলতে পারবেন।'

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 10:18 am

Ashlesha Sawant: ২৩ বছরের লিভ-ইন, অবশেষে বৃন্দাবনে পূর্ণতা পেল অভিনেত্রীর সম্পর্ক ...

Ashlesha Sawant: টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-দম্পতি অশ্লেষা সাওয়ান্ত এবং সন্দীপ বাসওয়ানা দীর্ঘ ২৩ বছরের লিভ-ইন সম্পর্কের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ১৬ নভেম্বর বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে একেবারেই ব্যক্তিগত ভাবে, শুধুমাত্র পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে। দুই দশকেরও বেশি সময় একসঙ্গে থাকার পর এই সহজ-সরল অনুষ্ঠানের মধ্যেই তারা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। বিয়ের অনুভূতি সম্পর্কে সন্দীপ জানান, বৃন্দাবনের প্রতি তাদের আকর্ষণই এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। তাঁর কথায়, অশ্বেষা আর আমি কয়েক মাস আগে বৃন্দাবনে গিয়েছিলাম। সেখানে রাধাকৃষ্ণ মন্দিরে যে শান্তি আর আধ্যাত্মিক টান অনুভব করেছি, তা আমাদের গভীর ভাবে ছুঁয়ে যায়। সেই অভিজ্ঞতাই শেষ পর্যন্ত আমাদের বিয়ে করার অনুপ্রেরণা দেয়। বাবা-মা তো বহুদিন ধরেই এ দিনের অপেক্ষায় ছিলেন। আমরা চেয়েছিলাম সবকিছু খুব সহজ আর অন্তরঙ্গ থাকুক। কৃষ্ণ মন্দিরে বিয়ে করার চেয়ে পবিত্র আর কীই বা হতে পারে! Salman Khan: মায়ের কষ্টেই...মদ্যপান-ই ঘনিষ্ঠ করে সম্পর্ক! সেলিম–হেলেন সম্পর্ক ঘিরে বিতর্ক কীভাবে সামলান সলমন? অশ্লেষাও নিজের অনুভূতি শেয়ার করে বলেন, এত বছরের সঙ্গের পর আমার জীবনের ভালোবাসার সাথে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ। বৃন্দাবন আমাদের কাছে বিশেষ এক জায়গা- সেখানে প্রথমবার যাওয়ার সময়ই যেন অদ্ভুত এক সংযোগ অনুভব করেছিলাম। সবকিছু খুব স্বাভাবিকভাবেই ঘটেছে, যেন আকস্মিক কিন্তু ঠিক ঠিক সিদ্ধান্ত। আমরা ইচ্ছে করেই সবটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম। View this post on Instagram A post shared by (@ashleshasavant) মজা করেই সন্দীপ আরও বলেন, ২৩ বছর ধরে সবাই আমাদের একটাই প্রশ্ন করত- এতদিনেও বিয়ে করছি না কেন! আসলে আমার মনে হয়, অশ্বেষা আর আমি অনেক আগেই মনে-প্রাণে বিবাহিত ছিলাম। তাদের বিয়েকে ঘিরে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা উপচে পড়ছে বলেও জানান তিনি। অসংখ্য শুভেচ্ছা পাচ্ছি, নিজেকে সত্যিই ধন্য মনে হচ্ছে, বলেন সন্দীপ। The Academy of Fine Arts Review: লোভ-পাপ-মৃত্যুর গল্প, কেমন হল ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’? অভিনয়ের দিক থেকে বর্তমানে অশ্লেষাকে দেখা গেছে ঝনক ছবিতে, আর সন্দীপ শেষ কাজ করেছেন অ্যাপোলেনা ছবিতে। ২০০২ সালে জনপ্রিয় ধারাবাহিক কিউঙ্কি সাস ভি কাভি বহু থি-এর সেটেই প্রথম আলাপ হয় তাদের। সেই আলাপই ধীরে ধীরে পরিণত হয় দুই দশকের ভালোবাসায়, যা শেষ পর্যন্ত পূর্ণতা পেল তাদের এই আত্মিক, শান্ত, পরিমিত বিয়ের মাধ্যমে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 10:12 am

মৃত্যুতে আনন্দ পাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার, SIR আবহে কমিশনে তুলধোনা কল্যাণের, পালটা আজ পথে BLO-রা

'আত্মহত্যা-মৃত্যুতে আনন্দ পাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার' এভাবেই এসআইআর নিয়ে কমিশনকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন (Special Intensive Revision–SIR) চলাকালীন ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও চারজন বুথ লেভেল অফিসার (BLO)। শনিবার ও রবিবার দুই দিনে বিভিন্ন জেলায় অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন বিএলওরা। এদিকে শনিবারই নাদিয়ার চাপরা থেকে এক ৫৩ বছর বয়সি BLO-র আত্মহত্যার ঘটনা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ওই BLO তাঁর সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন বলে দাবি পরিবার ও স্থানীয়দের। আরও পড়ুন- বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে আতঙ্ক তুঙ্গে! জমাটি ঠান্ডা আর কবে? পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের ১৪৭ নম্বর বুথের BLO শুকদেব দাস রবিবার সকালে হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকেই তিনি অভিযোগ করেন, “১৮ ঘণ্টা কাজ করা সম্ভব নয়। ভোটারদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করতে প্রায়ই রাত হয়ে যাচ্ছে। এরপর আরও রাত জেগে অনলাইন ডেটা আপলোড করতে হচ্ছে।” তবে কাটোয়া এসডিও অনির্বাণ বসু এই অভিযোগ নস্যাৎ করে দাবি করেন, তাঁরা কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করছেন। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ১৯ নম্বর বুথের BLO তনুশ্রী হালদার এবং জয়নগরের ৩১ নম্বর বুথের BLO কমল নস্করও শনিবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন। একইভাবে মুর্শিদাবাদের জঙ্গিপুরের BLO কৌশিক ঘোষ এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরের BLO মোস্তাফা কামালও শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন । ইসলামপুরে হাসপাতালে শুয়ে মোস্তাফা জানিয়েছেন, অসম্ভব কাজের চাপ। নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে তথ্য আপলোড করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আরও পড়ুন- Kolkata Metro: কলকাতা মেট্রোয় প্রযুক্তির নবযুগ! যাত্রী স্বার্থে অভূতপূর্ব উদ্যোগ, অভাবনীয় পদক্ষেপ দারুণ চর্চায় এই ঘটনাগুলির প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কোনও মন্তব্য করতে চাননি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে রাজ্যে SIR প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করেছেন। শনিবার X-এ তিনি লিখেছেন, “অত্যন্ত মর্মান্তিকভাবে আরও এক BLO-র মৃত্যু সংবাদ পেলাম… কত মৃত্যু হলে SIR থামবে?” এদিকে একের পর এক বিএলওর আত্মহত্যা ও অসুস্থ হয়ে পড়ার ঘটনা নিয়ে কমিশনকে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ও বিজেপির চাপে BLO-দের ওপর “অমানবিক কাজের বোঝা” চাপানো হচ্ছে। বিজেপি মুখপাত্র দেবজিত সরকারের পাল্টা দাবি, তৃণমূল মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে, কারণ জনগণ SIR প্রক্রিয়াকে সমর্থন করছেন। আরও পড়ুন- চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যুতে ধুন্ধুমার মালদা, গ্রেফতার তিন গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে BLO-দের বিক্ষোভ, ধর্না ও অসুস্থ হওয়ার খবর উঠে এসেছে। হুগলির কোন্নগরে SIR-এর কাজের সময় অঙ্গনওয়াড়ি কর্মী তপতী বিশ্বাস সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। উত্তর ২৪ পরগনার মসলন্দপুরের BLO সুমন দাসও গত বুধবার হাসপাতালে ভর্তি হন কাজের চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়েন। এর আগে জলপাইগুড়িতে এক মহিলা BLO আত্মহত্যা করেন। প্রথম BLO মৃত্যু হয়েছিল পূর্ব বর্ধমানের মেমারিতে,নমিতা হাঁসদা সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে রবিবার BLO অধিকার রক্ষা কমিটি ঘোষণা করেছে, সোমবার কলেজ স্কোয়ার থেকে রাজ্য নির্বাচন দফতর পর্যন্ত বিশাল র‍্যালি করা হবে। তাদের অভিযোগ—অমানবিক চাপের কথা বহুবার জানালেও কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। আরও পড়ুন- Post Office Scheme: ১১৫ মাসে আপনার টাকা দ্বিগুণ! পোস্ট অফিসের এই স্কিম বাজারে তোলপাড় ফেলেছে

ইন্ডিয়ান এক্সপ্রেস 24 Nov 2025 10:11 am

Uranium in Breast Milk: মাতৃদুগ্ধে বিষাক্ত ইউরেনিয়াম! শরীরে ঢুকছে সদ্যোজাতদের, কী ক্ষতি করছে জানেন?

Health Risks: ৪০ জন প্রসূতি মহিলার মাতৃদুগ্ধের নমুনা পরীক্ষা করা হয়েছিল। সেই নমুনাতেই ইউরেনিয়াম-২৩৮ উপস্থিতি পাওয়া গিয়েছে। কাটিয়ারের প্রসূতি মহিলাদের শরীরে সবথেকে বেশি ইউরেনিয়াম পাওয়া গিয়েছে। যেহেতু শিশুদের স্তন্যপান করান বা আগে করিয়েছেন, তাই ৭০ শতাংশ শিশুরই নন-কারসিনোজেনিক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে।

টিভি 9 বাংলা 24 Nov 2025 10:11 am

Mohsin Naqvi |অবশেষে স্বপ্নপূরণ! ছোটদের এশিয়া কাপে পাকিস্তানকে ট্রফি দিলেন নকভি, ‘ট্রফিচোর’ পিসিবি প্রধান, কটাক্ষ নেটদুনিয়ায়     

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সিনিয়র এশিয়া কাপের ফাইনালে পাক মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নেয়নি সূর্যকুমার যাদবরা। সেই ট্রফি নিয়ে পালিয়ে গিয়েছিলেন পিসিবি প্রধান। এখনও পর্যন্ত এশিয়া কাপ ট্রফি আসেনি ভারতের হাতে। এবার ট্রফি তুলে দেওয়ার স্বপ্ন পূরণ হল নকভির। তবে রাইজিং স্টার্স এশিয়া কাপের চ্যাম্পিয়ন পাকিস্তানের হাতে ট্রফি তুলে দিয়েছেন তিনি। ট্রফি তুলে দেওয়ার […] The post Mohsin Naqvi | অবশেষে স্বপ্নপূরণ! ছোটদের এশিয়া কাপে পাকিস্তানকে ট্রফি দিলেন নকভি, ‘ট্রফিচোর’ পিসিবি প্রধান, কটাক্ষ নেটদুনিয়ায় appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 24 Nov 2025 10:10 am

শিশুরক্তে ভেসেছিল পেশোয়ার, এবার সেখানেই আধাসেনা ঘাঁটিতে ফিদায়েঁ হামলা, মৃত অন্তত ৩

অন্তত দু'জন ফিদায়েঁ জঙ্গি হামলা চালিয়েছে।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 10:09 am

SIR আবহে মাল নদীর পাশে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার রেশন কার্ড, কোথা থেকে এল?

নোংরা আবর্জনার স্তূপে এতগুলি রেশন কার্ড কীভাবে আসল তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদপ্রতিদিন 24 Nov 2025 10:08 am