‘মহিলা পাইলট মানেই…’, বিমান দুর্ঘটনায় মৃত্যুর পরে অজিতের পুরনো পোস্ট ভাইরাল, কেন?
ঠিক দু'বছর আগে ২০২৪ সালের ১৮ জানুয়ারি এক্স হ্যান্ডেলে অজিত পওয়ার একটি পোস্ট করেছিলেন। সেই পোস্ট বুধবার থেকে ভাইরাল।
চমকপ্রদ আলো, ঝলমলে প্রচার আর তারকাখ্যাতির সংজ্ঞার নিয়মের একেবারে উল্টো পথে হেঁটে বিশ্বসংগীতে নিজের অমোঘ ছাপ রেখে চলেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। যাঁর কণ্ঠে প্রেম, বিচ্ছেদ, আশা, নিরাশা কিংবা জীবনের নীরব দীর্ঘশ্বাসও যেন আলাদা করে কথা বলে। আন্তর্জাতিক মঞ্চে আজ তিনি শুধু একজন জনপ্রিয় গায়ক নন, তিনি এক আবেগের প্রতীক। ২০২৫-২৬ সালে স্পটিফাই-তে ১৬৮ মিলিয়নেরও বেশি ফলোয়ার নিয়ে তিনি পেছনে ফেলেছেন টেলর সুইফট, এড শিরানের মতো বিশ্ববিখ্যাত শিল্পীদেরও। সংখ্যার বিচারে এই সাফল্য তাঁকে কার্যত মহাতারকার আসনে বসিয়েছে। তবে জনপ্রিয়তার এই বিপুল ঢেউয়ের মধ্যেও অরিজিৎ সিং রয়ে গেছেন আশ্চর্য রকম সংযত ও অন্তর্মুখী। যেখানে অন্য তারকারা ডজনের পর ডজন প্রোফাইল ফলো করেন, সেখানে অরিজিতের ‘ফলোয়িং’ তালিকায় রয়েছে মাত্র তিনটি নাম। অরিজিতের 'ফলোয়িং' লিস্টে থাকা ৩ জন কারা? তত্ত্বমসি ফাউন্ডেশন (Tattvamasi Foundation) অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েল এই ফাউন্ডেশনের পরিচালক। সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে এই সংস্থা। টিএম ট্যালেন্ট ম্যানেজমেন্ট (TM Talent Management) এই সংস্থা ইন্ডাস্ট্রির সেরা সঙ্গীতশিল্পীদের নিয়ে কাজ করে এবং গুণী প্রতিভাদের সঠিক মঞ্চে পৌঁছে দিতে সাহায্য করে। ওরিয়ন মিউজিক (Oriyon Music) এই প্ল্যাটফর্মেই পাওয়া যায় তাঁর গাওয়া সমস্ত নন-ফিল্মি বা স্বাধীন গান। সিনেমার বাইরেও সংগীতকে নিজের মতো করে বাঁচিয়ে রাখার যে ইচ্ছে, তারই বাস্তব রূপ এই প্রোফাইল। প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে হিন্দি, বাংলা সহ বিভিন্ন ভাষায় অগণিত সুপারহিট গান উপহার দিয়েছেন অরিজিৎ সিং। তাঁর কণ্ঠে প্রেম যেমন গভীর, তেমনই বিচ্ছেদও হয়ে ওঠে তীব্র ও বাস্তব। মানুষের জীবনের প্রায় সব অনুভূতিকে তিনি নিজের সুরে বেঁধেছেন। তাই অরিজিৎ সিং মানেই কেবল একজন গায়ক নন, তিনি যেন অনুভূতির আরেক নাম। আরও পড়ুন: রানি মুখার্জির প্রশংসায় ভাসছেন মল্লিকা! ‘মর্দানি ৩’ কবে মুক্তি পাচ্ছে? মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডলে এক আবেগঘন পোস্টে তিনি ঘোষণা করেন, প্লেব্যাক গায়ক হিসেবে তিনি অবসর নিচ্ছেন। পোস্টে তিনি লেখেন,“হ্যালো, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনও নতুন অ্যাসাইনমেন্ট নেব না। এই অধ্যায় এখানেই শেষ করছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আর ঈশ্বর আমার প্রতি সত্যিই দয়ালু ছিলেন।” আরও পড়ুন: অরিজিৎ সিংয়ের কোনও গানই ফ্লপ হয় না কেন? তিনি কি স্বাধীন সঙ্গীতের পথে হাটতে চলেছেন! এমন ঘোষণায় অনেকের মনেই প্রশ্ন জাগে, তবে কি সংগীতজগৎ থেকেই বিদায় নিচ্ছেন অরিজিৎ? তিনি লেখেন, “আমি সংগীত ছাড়ছি না। ভালো সংগীতের একজন অনুরাগী হিসেবে আমি আরও শিখতে চাই, নিজের মতো করে আরও কিছু করতে চাই। এখনও কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে, সেগুলো পূরণ করব। তাই ২০২৬ সালে আমার কিছু গান মুক্তি পেতে পারে।”
তিনি ‘অফসাইডের ঈশ্বর’! ফের মাঠে নামছেন সৌরভ, ‘বাপি বাড়ি যা’-র অপেক্ষায় ভক্তেরা
সদ্য দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন প্রিন্স অফ ক্যালকাটা। প্রোটিয়াভূমে কোচিং অভিষেক হয়েছে তাঁর।
দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?
কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
ইরান থেকে জনগণের পালানোর দাবিতে ছড়াল নেপালের ভিডিও
বুমকে ভিডিও নির্মাতা প্রদীপ শাহী জানান, তিনি নেপালের ডোলপা জেলার রূপা পাটন এলাকায় ভিডিওটি রেকর্ড করেছেন।
Eyebrow Twitching Meaning: থেকে থেকেই ভ্রু নেচে ওঠে? বাঁ দিক না ডান দিক—নেপথ্য কারণ জানলে অবাক হবেন!
Eyebrow Twitching Meaning: হঠাৎ করে ভ্রু নেচে ওঠা এমন একটি ঘটনা, যা আমাদের অনেকের সঙ্গেই ঘটে। কখনও বাঁ দিকের ভ্রু, কখনও আবার ডান দিকের ভ্রু অকারণেই কেঁপে ওঠে। সাধারণভাবে আমরা একে পেশীর স্বাভাবিক নড়াচড়া বা ক্লান্তির ফল বলে এড়িয়ে যাই। কিন্তু জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে এই ঘটনাকে মোটেও হালকাভাবে দেখা যায় না। শাস্ত্র অনুযায়ী, শরীরের প্রতিটি অঙ্গের নড়াচড়ার সঙ্গেই কোনও না কোনও ইঙ্গিত জড়িয়ে থাকে। চোখের পাতা লাফানো নিয়ে অনেকেই কিছুটা হলেও জানেন। কিন্তু ভ্রু লাফানো যে আলাদা অর্থ বহন করে, তা অনেকেরই অজানা। জ্যোতিষ মতে, ভ্রু লাফানো ভবিষ্যতের কিছু ঘটনার পূর্বাভাস দিতে পারে। শুধু তাই নয়, ছেলে ও মেয়েদের ক্ষেত্রে একই দিকের ভ্রু লাফানোর অর্থ একেবারেই আলাদা। বাঁ দিক না ডান দিক—কোন ভ্রু নড়ছে, তার ওপরেও অনেক কিছু নির্ভর করে। আরও পড়ুন- শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি মেনে চললে জীবন বদলে যাবে! জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেয়েদের ক্ষেত্রে ডান দিকের ভ্রু লাফানো শুভ লক্ষণ নয়। এটি আসন্ন কোনও সমস্যার ইঙ্গিত দিতে পারে বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে আর্থিক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। হঠাৎ খরচ বেড়ে যাওয়া, অর্থ আটকে যাওয়া বা ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির সম্ভাবনার কথা বলা হয়। এই সময়ে নতুন বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে এগোনো ভালো বলেই মনে করা হয়। আরও পড়ুন- খেতে হবে না, দুধ দিয়ে কিছু উপায় পালনেই হওয়া যায় 'ভাল ছেলে'! আসবে সমৃদ্ধি, মিলবে নতুন আয়ের উৎস অন্যদিকে, ছেলেদের ক্ষেত্রে ডান দিকের ভ্রু লাফানো বেশ শুভ বলে ধরা হয়। জ্যোতিষ মতে, এটি সুখবর পাওয়ার ইঙ্গিত দেয়। দীর্ঘদিন ধরে যে কাজ বা সুযোগের অপেক্ষা ছিল, তার ফল মিলতে পারে। আর্থিক দিক থেকেও এটি লাভের সংকেত বহন করে। আটকে থাকা টাকা ফেরত আসা বা নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনাও এই লক্ষণের সঙ্গে জড়িয়ে রয়েছে। আরও পড়ুন- পূর্বপুরুষেরা কি স্বপ্নে এসে কথা বলতে চান? নেপথ্যে থাকতে পারে ভয়ঙ্কর ইঙ্গিত! মেয়েদের বাঁ দিকের ভ্রু লাফানো জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত। এটি আর্থিক অবস্থার উন্নতি এবং সৌভাগ্যের প্রতীক। শুধু অর্থ নয়, সম্পর্কের দিক থেকেও এটি ভালো খবরের ইঙ্গিত দেয়। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়া, সম্পর্ক আরও গভীর হওয়া বা কাছের মানুষের কাছ থেকে আনন্দের খবর পাওয়ার সম্ভাবনা থাকে। আরও পড়ুন- সামুদ্রিক শাস্ত্র বলছে এই ধরনের আঙুলের সঙ্গীরা হন ভীষণ রোমান্টিক ও যত্নশীল কিন্তু ছেলেদের ক্ষেত্রে বাঁ দিকের ভ্রু লাফানো ভালো লক্ষণ নয় বলেই শাস্ত্র জানায়। এটি অশুভ ঘটনার পূর্বাভাস বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে একে আর্থিক ক্ষতি, কাজের ক্ষেত্রে বাধা বা মানসিক অশান্তির সম্ভাবনা বলা যেতে পারে। এই সময়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলা এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়াই শ্রেয় বলে মনে করা হয়। তবে জ্যোতিষশাস্ত্রের এই ব্যাখ্যাগুলি বিশ্বাসভিত্তিক। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের মতে, ভ্রু লাফানো হতে পারে অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের অভাব, চোখের ক্লান্তি বা শরীরে পুষ্টির ঘাটতির কারণ। তাই বারবার ভ্রু লাফালে শুধুমাত্র শাস্ত্রের ব্যাখ্যার ওপর নির্ভর না করে নিজের জীবনযাপন ও স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি। জ্যোতিষ বিশ্বাস জ্যোতিষ বিশ্বাস হোক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা—ভ্রু লাফানো আমাদের দৈনন্দিন জীবনের একটি ছোট কিন্তু কৌতূহলজনিত অংশ। কেউ এটিকে ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে দেখেন, কেউ আবার শরীরের সতর্ক সংকেত বলে মনে করেন। কোনটা বিশ্বাস করবেন, তা একান্তই ব্যক্তিগত। তবে শাস্ত্রের এই ব্যাখ্যাগুলি যুগ যুগ ধরে মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে, আর সেই কারণেই আজও এই বিষয় নিয়ে আলোচনা চলছেই।
অভিষেক-বুমরাহ নন, বিশ্বকাপ জিততে ভারতের সেরা অস্ত্র দুই তারকাকে বেছে নিলেন রোহিত
আগামী ৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। টুর্নামেন্টের একমেবাদ্বিতীয়ম ফেভারিট হিসেবে।
থাকবে না সেমিফাইনাল-ফাইনাল! ১১ বছর পর আইএসএলে বদলে যাচ্ছে ফরম্যাট
ইন্ডিয়ান সুপার লিগ দেশের সর্বোচ্চ লিগ হলেও, এতদিন ধরে গত এগারোটা মরশুম জুড়ে শুধুই লিগ ছিল না। ছিল লিগ কাম নকআউট প্রতিযোগিতা।
‘তোমার ভরসার আশ্রয় হব’, সুস্মিতার জন্মদিনে ইঙ্গিতপূর্ণ পোস্টে প্রেমে সিলমোহর দিলেন সাহেব?
নিজেদের বরাবর ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন তাঁরা। কিন্তু স্টুডিওপাড়ায় কান পাতলেই শোনা যায় তাঁদের দু'জনের প্রেমের গুঞ্জন।
মুখ্যমন্ত্রীর হওয়ার স্বপ্ন হুমায়ুনের, বিরাট খেলায় ঘুরিয়ে দেবেন ভোটের অঙ্ক? বঙ্গ রাজনীতিতে আলোড়ন
বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে জোট জল্পনা আরও জোরালো হল। বুধবার পশ্চিমবঙ্গ সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও দু’পক্ষই আপাতত কোনও আনুষ্ঠানিক প্রাক-নির্বাচনী জোটের কথা অস্বীকার করেছে। আরও পড়ুন- 'রাজ্যে নো গভর্নমেন্ট পরিস্থিতি' আনন্দপুরে অগ্নিকান্ডের ঘটনাকে 'ম্যান মেড' বলে কটাক্ষ শুভেন্দুর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নিউ টাউনের একটি হোটেলে প্রায় এক ঘণ্টা ধরে এই বৈঠক হয়। বৈঠকের পর মহম্মদ সেলিম জানান, আসন সমঝোতা বা জোট সংক্রান্ত যে কোনও প্রস্তাব আগে সিপিআই(এম)-নেতৃত্বাধীন বামফ্রন্টের ভিতরেই আলোচনা হবে। তাঁর কথায়, “প্রথমে বামফ্রন্টের মধ্যে বিষয়টি আলোচনা করা হবে। তার পরে ফ্রন্টের বাইরে থাকা বাম দলগুলির সঙ্গে এবং তার পর আইএসএফ-এর সঙ্গে কথা বলা হবে।” উল্লেখ্য, হুমায়ুন কবির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক। সম্প্রতি তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদের শিলান্যাস ঘিরে বিতর্কেও জড়িয়েছেন তিনি। সেই আবহেই এই বৈঠক রাজনৈতিক তাৎপর্য পেয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিপিআই(এম)-নেতৃত্বাধীন বামফ্রন্ট আইএসএফ-এর সঙ্গে জোট করে লড়াই করলেও কোনও আসনে জয় পায়নি। বিজেপির বাইরে একমাত্র বিরোধী বিধায়ক হিসেবে নির্বাচিত হন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। আরও পড়ুন- ২৪ ঘন্টাতেই ঘুরল খেলা, সোনার বাজারে নজিরবিহীন ঊর্ধ্বগতি, রূপার দাম ৪ লক্ষ পার মহম্মদ সেলিম বলেন, এই বৈঠকের উদ্দেশ্য ছিল হুমায়ুন কবিরের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটা ধারণা নেওয়া। তিনি স্পষ্ট করেন, এখনও অনেক দলই আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। “আমি শুধু জানতে চেয়েছি তিনি কী করতে চান এবং তাঁর লক্ষ্য কী,” বলেন সেলিম। অন্যদিকে, হুমায়ুন কবির এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বললেও স্বীকার করেন যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা হয়েছে। তাঁর দাবি, “আমি সেলিম সাহেবকে অনুরোধ করেছি, ১৫ ফেব্রুয়ারির মধ্যে জোট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করতে।” পাশাপাশি তিনি আইএসএফ নেতৃত্বের সঙ্গেও আলোচনা করার অনুরোধ জানান। পিটিআই জানিয়েছে, প্রয়োজনে তাঁর দল এআইএমআইএম-এর সঙ্গেও আলোচনায় বসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কবির। এই জোট জল্পনা নিয়ে কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “সিপিআই(এম) বা নতুন গঠিত এই দলের কোনও জনসমর্থন নেই। সিপিআই(এম) রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে।” তাঁর দাবি, টানা ৩৪ বছর রাজ্যে ক্ষমতায় থাকার পর এখন বাম শিবির প্রাক্-নির্বাচনী জোটের জন্য ‘ভিক্ষার ঝুলি’ হাতে ঘুরে বেড়াচ্ছে। আরও পড়ুন- 'আমাকে রোখার সাধ্য কারো নেই, দিল্লি যাবই, আদালতে লড়ব', সিঙ্গুর থেকে SIR ইস্যুতে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বারামতীর কাছে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার (Ajit Pawar plane crash)। বুধবার মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে ভেঙে পড়ে তাঁদের চার্টার্ড বিমানটি। এই দুর্ঘটনায় পাওয়ারের পাশাপাশি প্রাণ হারিয়েছেন কো-পাইলট ২৫ বছর বয়সি শাম্ভবী পাঠক (Pilot Shambhavi Pathak) সহ আরও চারজন। শাম্ভভীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে […] The post Pilot Shambhavi Pathak | শেষ বার্তায় ঠাকুমাকে ‘গুড মর্নিং’! পরক্ষণেই বিমান দুর্ঘটনায় নিভল কো-পাইলট শাম্ভবীর প্রাণপ্রদীপ appeared first on Uttarbanga Sambad .
সরকারি অনুমতি না নিয়ে সমাবেশ, রাস্তা অবরোধ, সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা, পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়া, আইনশৃঙ্খলাজনিত সমস্যা তৈরি করা-সহ একাধিক ধারায় এই মামলা দায়ের করা হয়েছে।
স্ত্রী-সন্তান নাকি অন্য কেউ! অজিতহীন এনসিপির হাল ধরবেন কে? লড়াইয়ে পাঁচ নেতা
আচমকা অজিত 'দাদা'র মৃত্যু। অভিভাবকহীন এনসিপি। এই পরিস্থিতিতে উপমুখ্যমন্ত্রীর কুরসিতে বসবেন কে?
CBI Raid: ভোটে আবহে আবারও বঙ্গে সিবিআই হানা, ১ হাজার কোটির কেলেঙ্কারিতে তপসিয়ায় তল্লাশি
CBI Raid at Topsia: সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে ৩২Q, নিউ রোড এ সুনীল কানোরিয়ার অফিসে তল্লাশিতে যায় সিবিআই এর একটি দল। সেখানকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলে গোয়েন্দারা জানতে পারেন সুনীল কানুরিয়া বর্তমানে ওখানে থাকেন না। কানোরিয়ার পরিবারের বাকি সদস্য থাকেন ওখানে।
হিন্দু নির্যাতনের বাংলাদেশে ভোট-ময়দানে ৮০ সংখ্যালঘু প্রার্থী, সবচেয়ে বেশি বামে, মুছবে বিভাজন?
১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ২২টি রাজনৈতিক দল। বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টিতে ক'জন সংখ্যালঘু প্রার্থী লড়ছেন?
Arijit Singh: অরিজিৎ সিংয়ের কোনও গানই ফ্লপ হয় না কেন? তিনি কি স্বাধীন সঙ্গীতের পথে হাটতে চলেছেন!
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা সব জায়গাতেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অরিজিৎ সিং (Arijit Singh) কি সত্যিই অবসর নিচ্ছেন? নাকি এটি শুধুই একজন শিল্পীর সাময়িক মানসিক ক্লান্তির প্রকাশ! নাকি অন্য কিছু? জিয়াগঞ্জের সেই সাধারণ ছেলেটা, যাকে একদিন রিয়েলিটি শো-এর মঞ্চ থেকে ছিটকে যেতে হয়েছিল, আজ সে-ই বিশ্বসংগীতের অন্যতম উজ্জ্বল নাম। নিজের জেদ, সাধনা আর অদম্য পরিশ্রমের জোরেই তিনি নিজেকে গড়ে তুলেছেন। তাঁর মুখে ‘প্লেব্যাক গাইব না’ কথাটা শোনা মাত্রই ভক্তরা আঁতকে উঠেছেন। অনেকেই ভেবেছেন, তবে কি গানকেই বিদায় জানাতে চলেছেন অরিজিৎ? ‘প্লেব্যাক গাইব না’ মানে আসলে সিনেমার গানের ভিড় থেকে একটু সরে দাঁড়িয়ে নিজের মতো করে সংগীতচর্চার কথা তিনি বলেছেন। অরিজিতের কথায়, তিনি একজন ভালো সংগীতের অনুরাগী হিসেবে আরও শিখতে চান, আরও গভীরে যেতে চান। এখনও তাঁর কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে, সেগুলো পূরণ করবেন। তাই ২০২৬ সালেই তাঁর কিছু নতুন গান মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ অবসর নয়, বরং এক নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আরও পড়ুন: রানি মুখার্জির প্রশংসায় ভাসছেন মল্লিকা! ‘মর্দানি ৩’ কবে মুক্তি পাচ্ছে? আসলে অরিজিতের লক্ষ্য এখন স্বাধীন সঙ্গীতের পথে হাঁটা। যেখানে থাকবে নিজের পছন্দ, নিজের স্বাধীনতা, আর নিজের মতো করে সৃষ্টি করার আনন্দ। বাণিজ্যিক চাপ, সময়সীমা বা ‘হিট’ হওয়ার তাগিদ সেখানে মুখ্য নয়। মুখ্য হবে সংগীত। আরও পড়ুন: চার দিনেই ২০০ কোটির দোরগোড়ায় ‘বর্ডার ২’, রেকর্ড ভাঙল অনেক ছবির সম্প্রতি শুভঙ্কর মিশ্রার শোতে উঠে এসেছে অরিজিৎ সিংকে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন তাঁর প্রায় কোনও গানই ফ্লপ হয় না? কেন তিনি যে গানই গান, তা মানুষের মনে গেঁথে যায়? এর জবাবে বলা হয়, অরিজিৎ আসলে খুব ভালো করে জানেন কোন গানটা তাঁর গাওয়া উচিত, আর কোনটা নয়। এই বাছাইয়ের ক্ষমতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে।
Anandapur Fire: প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, মোমো গুদাম নয়, প্রথম আগুন লাগে ডেকরেটর্সের গুদামে।দমকল ও ফরেন্সিক থেকে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই এসেছে পুলিশের হাতে।ডেকরেটর্সের গুদামের পশ্চিম দিকে তিন তলা বিল্ডিংয়ের অংশ থেকে আগুন লেগে তা মুহূর্তের মধ্যেই গ্রাস করে নেয় গোটা গুদাম ও মোমো গুদামকে।
২৪ ঘন্টাতেই ঘুরল খেলা, সোনার বাজারে নজিরবিহীন ঊর্ধ্বগতি, রূপার দাম ৪ লক্ষ পার
২৪ ঘন্টাতেই ঘুরল খেলা। সোনার বাজারে নজিরবিহীন ঊর্ধ্বগতি দেশজুড়ে। রূপার দাম ইতিহাস গড়ে প্রতি কেজি ৪ লক্ষ টাকার গণ্ডি পেরিয়েছে, পাশাপাশি সোনার দামও মধ্যবিত্তের বাইরে। প্রতি ১০ গ্রামে ১.৭৫ লক্ষ টাকার নতুন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। হঠাৎ এই দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিয়ের বাজার সবাই কার্যত হতবাক। ডলারের দুর্বলতা এবং বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে সোনা ও রূপা, দুই মূল্যবান ধাতুতেই এক ধাক্কায় আগের সব রেকর্ড ভেঙেছে। আরও পড়ুন- 'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পুরো ছবিটাই বদলে গিয়েছে। এমসিএক্স (MCX)-এ প্রতি কেজি রূপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৪,০৭,৪৫৬ টাকায়। গত মঙ্গলবার রূপার দাম এক ধাক্কায় ৪০,৫০০ টাকা বেড়েছিল, তার পরদিন বুধবার আরও ১৫,০০০ টাকা বৃদ্ধি পায়। রূপার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সোনার দামও। এমসিএক্স-এ প্রতি ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছে ১,৭৫,৮৬৯ টাকায়, যা নতুন রেকর্ড। বাজার সূত্রের খবর, বুধবার ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৭১,০০০ টাকা ছুঁয়েছে, একদিনেই প্রায় ৫,০০০ টাকার বড়সড় বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির পিছনে একাধিক আন্তর্জাতিক কারণ কাজ করছে। প্রথমত, মার্কিন ডলারের দুর্বলতা। দ্বিতীয়ত, নিরাপদ বিনিয়োগের খোঁজ। তৃতীয়ত, সুদের হারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা। আপনার শহরে সোনার দাম দিল্লিতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,৭৯,০০০ টাকা ২২ ক্যারেট - ১,৬৪,১০০ টাকা ১৮ ক্যারেট - ১,৩৪,২৯০ টাকা মুম্বাইয়ে সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,৭৮,৮৫০ টাকা ২২ ক্যারেট - ১,৬৩,৯৫০ টাকা ১৮ ক্যারেট - ১,৩৪,১৪০ টাকা চেন্নাইতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,৮৩,২৮০ টাকা ২২ ক্যারেট - ১,৬৮,০০০ টাকা ১৮ ক্যারেট - ১,৩৯,০০০ টাকা কলকাতায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,৭৮,৮৫০ টাকা ২২ ক্যারেট - ১,৬৩,৯৫০ টাকা ১৮ ক্যারেট - ১,৩৪,১৪০ টাকা আহমেদাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,৭৮,৯০০ টাকা ২২ ক্যারেট - ১,৬৪,০০০ টাকা ১৮ ক্যারেট - ১,৩৪,১৯০ টাকা লখনউতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,৭৯,০০০ টাকা ২২ ক্যারেট - ১,৬৪,১০০ টাকা ১৮ ক্যারেট - ১,৩৪,২৯০ টাকা পাটনায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,৭৮,৯০০ টাকা ২২ ক্যারেট - ১,৬৪,০০০ টাকা ১৮ ক্যারেট - ১,৩৪,১৯০ টাকা হায়দ্রাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে) ২৪ ক্যারেট - ১,৭৮,৮৫০ টাকা ২২ ক্যারেট - ১,৬৩,৯৫০ টাকা ১৮ ক্যারেট - ১,৩৪,১৪০ টাকা আরও পড়ুন- ভোটের আগে দিল্লিতে ঝড়! হুঙ্কার মমতার, রাজধানীর রাজপথ দাপিয়ে বেড়াবেন তৃণমূল সুপ্রিমো
Gautam Deb |মেয়রের পাশে কেজিএফ, নিজের পেজে ভিডিও পোস্ট করে বিতর্কে গৌতম
শমিদীপ দত্ত, শিলিগুড়ি: কেজিএফ গ্যাং নিয়ে বিতর্কে এবার নাম জড়াল মেয়র গৌতম দেবের (Gautam Deb)। গত ২৬ তারিখ মেয়র নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, মেয়রের সঙ্গেই চলছেন কেজিএস গ্যাংয়ের একাধিক সদস্য। এমনকি ওই সদস্যদের মধ্যে ছিল সেবক রোডে রামকৃষ্ণ কাণ্ডে জড়িত অন্যতম অভিযুক্তও। এই ভিডিওকে কেন্দ্র করে শহরে তীব্র গুঞ্জন […] The post Gautam Deb | মেয়রের পাশে কেজিএফ, নিজের পেজে ভিডিও পোস্ট করে বিতর্কে গৌতম appeared first on Uttarbanga Sambad .
চ্যাম্পিয়ন্স লিগে মহানাটক, নকআউটে বার্সা-চেলসি, রোমহর্ষক ম্যাচ হেরে প্লেঅফে নামল রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী প্রথম আট দল সরাসরি খেলে শেষ ষোলোয়। নবম থেকে ২৪ নম্বর স্থানে থাকা দলগুলিকে প্লেঅফে খেলে নকআউটে উঠতে হয়। এবার কোন দল সরাসরি সুযোগ পেল?
Gold-Silver Price Hike: সব রেকর্ড ভেঙেচুরে ৪ লাখ টাকায় রুপো, ১ লাখ ৭৫ পার করল সোনাও!
Latest Gold-Silver Rate in Kolkata: বৃহস্পতিবার বাজার খুলতেই চড়চড়িয়ে বাড়ে সোনা-রুপোর দাম। ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ লক্ষ ৭ হাজার ৪৫৬ টাকা প্রতি কেজিতে পৌঁছেছে সোনার দাম। অন্যদিকে, সোনার দামও ৬ শতাংশ বেড়েছে। বর্তমানে ১০ গ্রামের সোনার দাম পৌঁছেছে ১ লক্ষ ৭৫ হাজার ৮৬৯ টাকায়।
‘কল্কি’র সিক্যুয়েলে দীপিকার পরিবর্তে দক্ষিণী অভিনেত্রী! নির্মাতাদের ভাবনায় কে?
ছবির সিক্যুয়েল থেকে দীপিকাকে সরানোর পর কাকে নেওয়া হবে ওই চরিত্রে সেই কৌতূহল ছিল সকলের মনেই। এবার সেই প্রশ্নেরই উত্তর মিলল।
'রাজ্যে নো গভর্নমেন্ট পরিস্থিতি' আনন্দপুরে অগ্নিকান্ডের ঘটনাকে 'ম্যান মেড' বলে কটাক্ষ শুভেন্দুর
আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত ২৩ জন নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। গত ২৬ জানুয়ারি ভোর প্রায় ৩টে নাগাদ আনন্দপুর এলাকায় পাশাপাশি থাকা দুটি গুদামে এই আগুন লাগে। সেই সময় গুদামের ভিতরেই ঘুমিয়ে ছিলেন শ্রমিকরা। নিহত ও নিখোঁজ সকলেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আরও পড়ুন- 'আমাকে রোখার সাধ্য কারো নেই, দিল্লি যাবই, আদালতে লড়ব', সিঙ্গুর থেকে SIR ইস্যুতে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার পুলিশ জানিয়েছে, গাফিলতির কারণে মৃত্যুর অভিযোগে গুদামের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া দেহ ও পরিচয় নিশ্চিত করতে নিহতদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এদিকে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দমকলমন্ত্রী সুজিত বসু স্বীকার করেন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল। তিনি জানান, যাঁরা অগ্নিনিরাপত্তা বিধি লঙ্ঘন করেছেন, তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে। এদিকে অগ্নিকান্ডের ঘটনায় মমতা সরকারকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, সম্প্রতি দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ‘মানবসৃষ্ট’ শব্দ ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, আনন্দপুরের অগ্নিকাণ্ডের ক্ষেত্রেও কি সরকার দায় এড়াতে পারে। পাশাপাশি, অগ্নিকাণ্ডের প্রায় ৩০ ঘণ্টা পর রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর ঘটনাস্থল পরিদর্শন নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, “এএমআরআই হাসপাতাল, বড়বাজারের পর এবার আনন্দপুর একের পর এক দুর্ঘটনা ঘটছে, কিন্তু কোনও জবাবদিহি নেই। রাজ্যে কার্যত ‘নো গভর্নমেন্ট’ পরিস্থিতি তৈরি হয়েছে।” তাঁর মতে, আনন্দপুরের ঘটনা কোনও বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং সরকারের দীর্ঘদিনের অবহেলা ও ব্যর্থতারই ফল। তবে বিজেপির এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী প্রশ্ন তোলেন, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে এমন দুর্ঘটনা ঘটলে বিজেপি নেতারা কি সেগুলিকেও ‘মানবসৃষ্ট’ বলবেন? তিনি বলেন, “গুজরাতে অগ্নিকাণ্ডে ২০ জনের বেশি মানুষের মৃত্যু বা বিহারে একের পর এক সেতু ভাঙার ঘটনাকে কি বিজেপি মানবসৃষ্ট বলে মানবে? বাংলায় কিছু ঘটলেই বিজেপি সেটাকে মানবসৃষ্ট বলে দাগাতে চায় এটাই তাদের বাংলাবিরোধী মানসিকতার প্রমাণ।” আরও পড়ুন- বন্ধ ঘরে স্ত্রী-সন্তানদের রক্তস্নাত দেহ, পাশে ঝুলছেন গৃহকর্তা, তদন্তে পুলিশ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্য সরকার জলাভূমি ভরাটের অনুমতি দিয়ে বেআইনিভাবে কারখানা গড়ে উঠতে দিয়েছে। তাঁর দাবি, কোনও রকম নজরদারি ছিল না, আর সেই চরম দায়িত্বহীনতার ফলেই নিরীহ মানুষের প্রাণ গেল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “ইডির অভিযানের জায়গায় যেতে মুখ্যমন্ত্রী সময় পান, কিন্তু আনন্দপুরের দুর্ঘটনাস্থলে যাওয়ার সময় পেলেন না কেন?” অন্যদিকে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেন, সংশ্লিষ্ট নির্মাণগুলি ২০০৬ সালে বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল। যদিও সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই দাবি খারিজ করে বলেন, ২০০৬ সালে ওই এলাকায় কোনও পরিচিত মোমো ব্র্যান্ড বা এ ধরনের কারখানা ছিল না। এই ঘটনায় অগ্নি সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, সংশ্লিষ্ট দুটি গুদামেই বাধ্যতামূলক অগ্নি সুরক্ষা ছাড়পত্র ছাড়াই চলছিল। ওই ভবনেই জনপ্রিয় খাদ্য সংস্থা ‘ওয়াও! মোমোস’-এর একটি গুদাম ছিল, যা নিয়ে শুরুতে বিতর্ক তৈরি হয়। তবে ‘ওয়াও! মোমোস’ একটি বিবৃতিতে জানিয়েছে, আগুন তাদের গুদাম থেকে লাগেনি। সংস্থার দাবি, পাশের একটি গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে তাদের গুদামে পৌঁছয়। সংস্থার তরফে বলা হয়েছে, ফরেনসিক ও পুলিশি তদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে আগুনের সূত্রপাত পাশের গুদাম থেকেই হয়। আরও পড়ুন- 'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল ‘ওয়াও! মোমোস’ জানিয়েছে, আনন্দপুরে তাদের প্রায় ১২ হাজার বর্গফুটের একটি ভাড়া নেওয়া গুদাম ছিল, যেখানে প্যাকেজিং সামগ্রী, বিভিন্ন পানীয় এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখা হত। সংস্থাটি আরও জানায়, যে বাড়িওয়ালার কাছ থেকে তারা গুদামটি ভাড়া নিয়েছিল, সেই বাড়িওয়ালার মালিকানাধীন ডেকোরেটরসের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে । আরও পড়ুন- ভোটের আগে দিল্লিতে ঝড়! হুঙ্কার মমতার, রাজধানীর রাজপথ দাপিয়ে বেড়াবেন তৃণমূল সুপ্রিমো
সাফল্যের শিখরে ঠিক-ভুলের অন্বেষণ
আর্জব দে ‘ডিয়ার জিন্দেগি’-তে ডক্টর জাগ বলেছিলেন, ‘Genius is about knowing when to stop’। অরিজিৎ সিংয়ের প্লে-ব্যাক থেকে সরে আসার সিদ্ধান্তে এই কথাটিই বারবার মনে পড়ে। সাফল্যের শীর্ষে থাকা অবস্থায় থেমে যাওয়ার সচেতন সিদ্ধান্ত আসলে এক গভীর পরিমিতিবোধের পরিচয়। কেন এই প্রস্থান? হয়তো তাঁরা এমন কোনও দিন দেখতে চান না যখন কেউ করুণা করে বলবে, […] The post সাফল্যের শিখরে ঠিক-ভুলের অন্বেষণ appeared first on Uttarbanga Sambad .
West Bengal News Today Live: ইস্যু SIR, ১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক
Breaking News in Bengali Live Updates:পাশাপাশি বঙ্গে আবার এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সেখান থেকে তিনি একহাত নেন তৃণমূলকে। অপরদিকে, শূন্য সিপিএম কি এবার নতুন জোট করবে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবীরের দলের সঙ্গে? নজর থাকবে সব...
Better Sleep Routine: ভালো ঘুম শুধুমাত্র শরীরকে বিশ্রাম দেয় না, এটি আমাদের মানসিক স্বাস্থ্য, কর্মক্ষমতা এবং সারাদিনের এনার্জির ওপর সরাসরি প্রভাব ফেলে। অথচ আধুনিক ব্যস্ত জীবনে ভালো ঘুম এখন অনেকের কাছেই বিলাসিতা হয়ে উঠেছে। রাতে বিছানায় শুয়েও চোখে ঘুম আসে না, এক পাশ থেকে আরেক পাশে বারবার ফিরতে হয়। এর প্রধান কারণ অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত স্ক্রিন ব্যবহার এবং মানসিক চাপ। ঘুমানোর আগে সঠিক রুটিন অনুসরণ করলে শরীর ও মন দুটোই ধীরে বিশ্রামের জন্য প্রস্তুত হয়। এই অভ্যাসগুলি নিয়মিত করলে ঘুমের মান উন্নত হয় এবং সকাল শুরু হয় অনেক বেশি সতেজভাবে। ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমানো অত্যন্ত জরুরি। মোবাইল, ল্যাপটপ ও টিভি থেকে নির্গত নীল আলো আমাদের মস্তিষ্ককে সতর্ক অবস্থায় রাখে। মেলাটোনিন হরমোনের নিঃসরণ এর ফলে মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমে যায়, যা ঘুম আনার জন্য দায়ী। তাই ঘুমানোর অন্তত একঘণ্টা আগে স্ক্রিন থেকে দূরে থাকা উচিত। এই সময়ে আপনি হালকা বই পড়তে পারেন, শান্ত গান শুনতে পারেন অথবা পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে পারেন। এতে মন ধীরে শান্ত হয় এবং ঘুম আসতে সুবিধা হয়। আরও পড়ুন- ওজন না কমলেও শরীর দিচ্ছে অদ্ভুত সংকেত? ঘন ঘন প্রস্রাব, ঠান্ডা লাগা ও মুড বদলের আসল কারণ জানালেন চিকিৎসক ঘুমাতে যাওয়ার আগে ধ্যান বা হালকা যোগব্যায়াম শরীরকে আরাম দেয়। সারাদিনের জমে থাকা ক্লান্তি ও মানসিক চাপ দূর করতে ধ্যান খুবই কার্যকর। কয়েক মিনিট গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলে স্নায়ুতন্ত্র শান্ত হয়। শরীরের পেশিগুলির টান কমে যায় এবং মন নেতিবাচক চিন্তা থেকে দূরে সরে আসে। নিয়মিত ধ্যানের অভ্যাস থাকলে অনিদ্রার সমস্যাও অনেকটাই কমে যায়। আরও পড়ুন- কফি ছাড়ায় শরীর, স্নায়ু তরতাজা! জানুন বনিতা সান্ধুর ফিটনেস ফান্ডা প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং একই সময়ে ঘুম থেকে ওঠা শরীরের অভ্যন্তরীণ ঘড়িকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। অনিয়মিত ঘুমের সময়সূচি শরীরকে বিভ্রান্ত করে, যার ফলে সারাদিন ঝিমুনি, মাথা ভার লাগা এবং মনোযোগের অভাব দেখা দেয়। একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুললে কয়েক দিনের মধ্যেই শরীর নিজে থেকেই সেই সময়ে ঘুমের জন্য প্রস্তুত হয়ে যায়। আরও পড়ুন- প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই তেল লাগান, বগলের কালো দাগ ও দুর্গন্ধ ধীরে কমতে পারে ঘুমানোর আগে পা ম্যাসাজ করা অনেকের কাছে ছোট বিষয় মনে হলেও এর উপকারিতা অনেক। পায়ে অসংখ্য স্নায়ু রয়েছে যা পুরো শরীরের সঙ্গে যুক্ত। হালকা তেল দিয়ে পা ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হয়, স্নায়ু শিথিল হয় এবং শরীর দ্রুত রিল্যাক্স অবস্থায় চলে যায়। এটি মানসিক চাপ কমায় এবং গভীর ঘুমে যেতে সাহায্য করে। আরও পড়ুন- মস্তিষ্ক সুস্থ থাকবে, স্মৃতিশক্তি বাড়াতে ৬টি সহজ অভ্যাসের ওপর জোর দিচ্ছেন স্নায়ু বিশেষজ্ঞরা ভালো ঘুমের জন্য শুধু রাতের রুটিন নয়, দিনের জীবনযাপনও গুরুত্বপূর্ণ। দিনে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ, অনিয়মিত খাওয়া-দাওয়া এবং কম শারীরিক পরিশ্রম রাতের ঘুমে প্রভাব ফেলে। তাই সারা দিনের অভ্যাসের সঙ্গে রাতের ঘুমেরও সরাসরি সম্পর্ক রয়েছে। যাঁরা নিয়মিত ভালো ঘুমান, তাঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেশি হয়, মেজাজ ভালো থাকে এবং কাজের প্রতি মনোযোগ বাড়ে। মানসিক চাপ কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং জীবনযাত্রার মান উন্নত হয়। তাই ভালো ঘুমকে অবহেলা না করে এটিকে দৈনন্দিন রুটিনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নেওয়া জরুরি। যাঁরা নিয়মিত ভালো ঘুম পান, তাঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেশি হয়, মেজাজ ভালো থাকে এবং কাজের প্রতি মনোযোগ বাড়ে। মানসিক চাপ কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং জীবনযাত্রার মান উন্নত হয়। তাই ভালো ঘুমকে অবহেলা না করে একে দৈনন্দিন রুটিনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরে নেওয়া জরুরি।
এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ, শহরে অ্যাকশনে সিবিআই
আলিপুর-সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় একযোগে এই তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।
অন্তিম লগ্নে এক জীবনদায়ী ইতিহাস
কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য যদি এমন দিন আসে, যখন প্রাণঘাতী মশা আর আমাদের ক্ষতি করতে পারছে না কিংবা ফ্যালসিপেরাম বা ভাইভ্যাক্সের মতো ম্যালিগন্যান্ট জ্বরে পৃথিবী আর আক্রান্ত হচ্ছে না, তবে হয়তো সত্যিই কুইনাইনের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। এমনটা হলে দার্জিলিং পাহাড়ের মংপু, মুনসঙ, রঙ্গো আর লাটপাঞ্চারের বাগানগুলো থেকে সিঙ্কোনা গাছের বাকল তোলার আর প্রয়োজন থাকবে না। সিঙ্কোনা বাগান […] The post অন্তিম লগ্নে এক জীবনদায়ী ইতিহাস appeared first on Uttarbanga Sambad .
Mardaani 3: রানি মুখার্জির প্রশংসায় ভাসছেন মল্লিকা! ‘মর্দানি ৩’ কবে মুক্তি পাচ্ছে?
রানি মুখার্জি আবারও ফিরছেন তাঁর জনপ্রিয় চরিত্র শিবানী শিবাজী রায় হয়ে। বহুল প্রতীক্ষিত ছবি ‘মর্দানি ৩’ (Mardaani 3) নিয়ে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে আলোচনা চলছে জোরকদমে। বিশেষ করে নজর কেড়েছে নতুন খলনায়ক চরিত্র ‘আম্মা’, যাঁর ভূমিকায় অভিনয় করেছেন থিয়েটার শিল্পী মল্লিকা প্রসাদ। তাঁর শক্তিশালী উপস্থিতি এবং ভয়ংকর অথচ সংযত অভিনয় ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে। সম্প্রতি রানি মুখার্জি নিজেও মল্লিকার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন এবং সেই সঙ্গে ছবির কাস্টিং প্রক্রিয়া ও আদিত্য চোপড়ার সিদ্ধান্ত নেওয়ার ধরন নিয়ে মুখ খুলেছেন। ‘মর্দানি ৩’-এর কাস্টিং নিয়ে রানি মুখার্জি ছবির কাস্টিং প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে রানি জানান, এই ফ্র্যাঞ্চাইজিতে প্রতিটি চরিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে আদিত্য চোপড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, কাস্টিংয়ের ক্ষেত্রে কোনও প্রকার পক্ষপাতিত্ব বা পরিচিতির প্রভাব থাকে না। রানি বলেন, “আদিত্য সবসময়ই অভিনেতাদের যোগ্যতার ভিত্তিতে বিচার করেন। কেউ কোথা থেকে এসেছেন, তাঁর পরিচয় কী এই বিষয়গুলো তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। চরিত্রের জন্য যিনি একদম নিখুঁত, তাকেই বেছে নেওয়া হয়।” তিনি আরও বলেন, কাস্টিং ডিরেক্টর শানু, পরিচালক এবং টিমের অন্যান্য সদস্যদের সঙ্গে একাধিক স্তরের আলোচনা ও অডিশনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সব মিলিয়ে প্রতিটি চরিত্রের জন্য ‘পারফেক্ট ফিট’ খুঁজে পাওয়াই তাঁদের মূল লক্ষ্য। ‘আম্মা’ চরিত্রে মল্লিকা প্রসাদ মল্লিকা প্রসাদের অভিনয় নিয়ে রানি মুখার্জির বলেন, “আমার মনে হয়েছে, আম্মার চরিত্রে মল্লিকার অভিনয়ই এই ছবির অন্যতম বড় শক্তি। তিনি চরিত্রটিকে যেভাবে ধারণ করেছেন, তা অসাধারণ। একজন দক্ষ থিয়েটার শিল্পী হওয়ার কারণেই তাঁর অভিনয়ে এক ধরনের গভীরতা এবং নিয়ন্ত্রণ এসেছে।” রানির মতে, আম্মার ভয়ংকর উপস্থিতি শুধুমাত্র হিংস্রতার মাধ্যমে নয়, বরং তাঁর সংযম, বুদ্ধিমত্তা এবং মানসিক দৃঢ়তা থেকেই তৈরি হয়েছে। এই চরিত্রটি একেবারে আলাদা মাত্রা যোগ করেছে মারদানি ফ্র্যাঞ্চাইজিতে। আরও পড়ুন: ক্রাচে হেঁটেও মুখে হাসি! শরীরের অন-অফ সুইচয়ের গল্প শোনালেন হৃতিক রোশন আম্মা একজন সাধারণ দুষ্ট ভিক্ষুক থেকে ধীরে ধীরে হয়ে ওঠে একটি ভয়ংকর মাফিয়া কুইন, যে শিশু পাচারের এক বিশাল নেটওয়ার্ক পরিচালনা করে। এই রূপান্তর এবং চরিত্রের জটিলতা ছবিটিকে আরও বাস্তবধর্মী ও ভয়ংকর করে তুলেছে।তাঁর মতে, আম্মা চরিত্রটি শুধুমাত্র একজন খলনায়ক নয়, বরং সমাজের অন্ধকার দিকের প্রতিচ্ছবি। ‘মর্দানি ৩’ সম্পর্কে সংক্ষেপে জেনে নিন ‘মর্দানি ৩’ পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা। এই ছবিতেও রানি মুখার্জি ফিরছেন শিবানী শিবাজী রায়ের ভূমিকায়। কাহিনি আবর্তিত হয়েছে নিখোঁজ কয়েকজন মেয়েকে উদ্ধারের এক বিপজ্জনক অভিযানের চারপাশে। শিবানী তাঁর সাহস, বুদ্ধিমত্তা এবং ন্যায়বোধ দিয়ে আবারও অপরাধ জগতের মুখোমুখি হবেন। আরও পড়ুন: ‘কিসি কো নফরত হ্যায় মুঝসে, অউর কোই প্যায়ার কর বৈঠা হ্যায়’, ঋতিকার সোশ্যাল মিডিয়া পোষ্ট ঘিরে জল্পনা শুরু ছবিতে আম্মার ভূমিকায় মল্লিকা প্রসাদ ছাড়াও অভিনয় করেছেন জানকী বডিওয়ালা, জিশু সেনগুপ্ত, অনিল জর্জ এবং প্রিয়াঙ্কা শর্মা। শক্তিশালী অভিনয়শিল্পী এবং বাস্তবধর্মী গল্প বলার ভঙ্গি মিলিয়ে ‘মর্দানি ৩’ যে আরও একবার দর্শকদের চমকে দিতে চলেছে, তা বলাই যায়। ‘মর্দানি ৩’ থিয়েটার ও ওটিটি মুক্তির তারিখ ‘মর্দানি ৩’ ছবিটি আগামীকাল, ৩০শে জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত হয়েছে।থিয়েটারে মুক্তির পর, ছবিটি ২০২৬ সালের ২৭শে মার্চের পর নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের জন্য আসতে পারে বলে সম্ভাবনা রয়েছে।
‘ভারত-বাংলাদেশ সম্পর্ককে সুদৃঢ় করেন’, সংসদে খালেদা স্মরণে বার্তা ঢাকাকে?
একই সঙ্গে লোকসভায় শ্রদ্ধা জানানো হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে, যিনি বুধবার এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান।
Humayun and Salim: ‘বৈঠক ফলপ্রসূ’, হুমায়ুনের সঙ্গে জোট কি তবে হচ্ছেই CPM-এর?
CPM News: বুধবার একটি হোটেলে সেলিমের সঙ্গে হুমায়ুনের সাক্ষাৎ হয়েছে বলে সূত্রের খবর। সংশ্লিষ্ট বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে হুমায়ুন জানিয়েছেন। সূত্রের খবর, মিমের সঙ্গে জোট নিয়ে আলোচনা বা বৈঠক কোন পথে যাবে তা এগিয়ে নিয়ে যেতে আগামী সপ্তাহে হায়দ্রাবাদ যাবেন ভরতপুরের বিধায়ক।
Colombia Plane Crash: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। আর তাতেই ঝলসে প্রাণ হারালেন কমপক্ষে ১৫ জন। কলোম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্তের ঠিক কাছে বুধবার একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায়, হঠাৎ করেই বিমানটি র্যাডার থেকে উধাও হয়ে যায়। এর কিছু সময় পড়ে মাটিতে আছড়ে পড়ে ছোট এই বাণিজ্যিক বিমানটি। আরও পড়ুন- SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিমানটিতে থাকা ১৫ জন যাত্রী এই দুর্ঘটনার জেরে নিহত হয়েছেন। বিমানটিতে দু'জন ক্রু মেম্বার সহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। বিচক্রাফ্ট ১৯০০ বিমানটি পরিচালনার দাতিত্বে ছিল সাতেনা ফ্লাইট। সূত্রের খবর, ওই বিমানে একজন আইনপ্রণেতা ও একজন বিধানসভার প্রার্থীও ছিলেন। তাদেরও মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধা কার্য। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর তাদের আত্মার শান্তি দিন। আরও পড়ুন- ফেব্রুয়ারিতেই প্যাচপ্যাচে গরমে কাহিল দক্ষিণবঙ্গ? আবহাওয়ার বিরাট আপডেটে তোলপাড় কলকাতা
ইচ্ছাকৃত ভুলেই হার! কিউয়িদের কাছে নিয়মরক্ষার ম্যাচ হেরে বিস্ফোরক ‘স্বীকারোক্তি’অধিনায়ক সূর্যর
সিরিজে নিয়মরক্ষার ম্যাচ যদি হারতে হয়, তাতেও বিশেষ যায় আসে না। সেটাই একপ্রকার বুঝিয়ে দিলেন সূর্যকুমার যাদব।
Bhagavad Gita Life Lessons: শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি মেনে চললে জীবন বদলে যাবে!
Bhagavad Gita Life Lessons: শ্রীমদ্ভাগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের পথনির্দেশিকা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন মানসিক দ্বন্দ্বে ভেঙে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাঁকে যে উপদেশ দিয়েছিলেন, তা আজও মানুষের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। আধুনিক জীবনের চাপ, অনিশ্চয়তা, হতাশা ও সিদ্ধান্তহীনতার মাঝেও গীতার বাণী আমাদের স্থির থাকতে শেখায়। শ্রীকৃষ্ণ প্রথমেই আমাদের অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত থাকতে বলেন। গীতায় বলা হয়েছে আত্মা অমর, তার কখনও জন্ম নেই, মৃত্যু নেই। নশ্বর কেবল এই দেহ। আমরা প্রায়শই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তায় নিজেদের শক্তি নষ্ট করি। কিন্তু চিন্তা কোনও সমস্যার সমাধান করে না, বরং আমাদের কর্মক্ষমতা কমিয়ে দেয়। শ্রীকৃষ্ণ শেখান, বর্তমান মুহূর্তে নিজের কর্তব্যে মনোযোগ দেওয়াই আসল সাফল্যের পথ। কর্মযোগ গীতার সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী শিক্ষা হল কর্মযোগ। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, মানুষের অধিকার কেবল কর্মে, ফলাফলে নয়। আমরা যদি প্রতিটি কাজের আগে ফলের হিসাব করতে বসি, তাহলে মন বিচলিত হয়ে পড়ে। কাজের প্রতি নিষ্ঠা হারিয়ে যায়। কিন্তু যখন আমরা ফলের আশা ছাড়াই কাজ করি, তখন সেই কাজই একদিন সাফল্যের রূপ নিয়ে ফিরে আসে। এই শিক্ষা আজকের কেরিয়ার, ব্যবসা ও ব্যক্তিগত জীবনে ভীষণভাবে প্রযোজ্য। আরও পড়ুন- খেতে হবে না, দুধ দিয়ে কিছু উপায় পালনেই হওয়া যায় 'ভাল ছেলে'! আসবে সমৃদ্ধি, মিলবে নতুন আয়ের উৎস রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু—এই সত্যটি শ্রীকৃষ্ণ অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করেছেন। রাগ মানুষের বিবেচনা শক্তি নষ্ট করে দেয়। রাগের বশে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই জীবনে বড় ক্ষতির কারণ হয়। সম্পর্ক ভেঙে যায়, মানসিক শান্তি নষ্ট হয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাগকে দমন করতে শিখতে হবে। সহনশীলতা ও ধৈর্যই একজন মানুষকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। আরও পড়ুন- পূর্বপুরুষেরা কি স্বপ্নে এসে কথা বলতে চান? নেপথ্যে থাকতে পারে ভয়ঙ্কর ইঙ্গিত! গীতায় মন নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের মন যদি অস্থির হয়, তাহলে আমরা কখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। মনই আমাদের বন্ধু, আবার মনই আমাদের শত্রু। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে যেকোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারে। ধ্যান, আত্মবিশ্লেষণ ও ইতিবাচক চিন্তার মাধ্যমে মনকে শান্ত ও কেন্দ্রীভূত রাখা সম্ভব—এটাই গীতার শিক্ষা। আরও পড়ুন- সামুদ্রিক শাস্ত্র বলছে এই ধরনের আঙুলের সঙ্গীরা হন ভীষণ রোমান্টিক ও যত্নশীল নিজের ওপর বিশ্বাস রাখা গীতার আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। নিজের শক্তি ও দুর্বলতাকে চেনা অত্যন্ত জরুরি। আত্মসম্মান ও আত্মবিশ্বাস ছাড়া কোনও সাফল্য দীর্ঘস্থায়ী হয় না। যখন মানুষ নিজের ওপর আস্থা রাখে, তখন বাইরের বাধাগুলো তাকে আর দমাতে পারে না। আরও পড়ুন- এবছর জয়া একাদশী কবে, ২৮ না ২৯ জানুয়ারি? সঠিক তিথি, শুভ সময় এবং উপবাসের গুরুত্ব জানুন গীতার বাণী আমাদের শেখায় কীভাবে জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকা যায়। সাফল্য ও ব্যর্থতা—দুটোকেই সমানভাবে গ্রহণ করতে শেখায়। আজকের সময়ে যেখানে মানসিক চাপ, হতাশা ও উদ্বেগ বেড়েই চলেছে, সেখানে শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, গীতার শিক্ষা শুধু আধ্যাত্মিক উন্নতিই নয়, বাস্তব জীবনের সাফল্যও এনে দেয়। নিয়মিত গীতার বাণী পড়লে চিন্তাভাবনা পরিশীলিত হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং জীবনের লক্ষ্য পরিষ্কার হয়। তাই বলা যায়, শ্রীমদ্ভাগবত গীতা এমন এক জ্ঞানভাণ্ডার, যা যুগে যুগে মানুষকে পথ দেখিয়ে চলেছে।
Ajit Pawar Funeral |অজিত পাওয়ারের শেষকৃত্য আজ, ‘প্রিয় দাদা’কে শেষ দেখা দেখতে বারামতীতে মানুষের ঢল
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Plane Crash) প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার। বৃহস্পতিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে (Ajit Pawar Funeral)। তাই এদিন সকাল থেকেই প্রিয় ‘অজিত দাদা’কে শেষবার দেখার জন্য মানুষের ঢল নেমেছে রাস্তায়। শোকস্তব্ধ বারামতীতে (Baramati) নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। জানা গিয়েছে, প্রয়াত উপমুখ্যমন্ত্রীর […] The post Ajit Pawar Funeral | অজিত পাওয়ারের শেষকৃত্য আজ, ‘প্রিয় দাদা’কে শেষ দেখা দেখতে বারামতীতে মানুষের ঢল appeared first on Uttarbanga Sambad .
Union Budget 2026: আজ সকাল ১১টায় সংসদে ইকোনমিক সার্ভে রিপোর্ট পেশ করার পর দুপুর ২টা ৩০ মিনিটে নয়া দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। ওই ব্রিফিংয়ে তিনি ইকোনমিক সার্ভেতে উঠে আসা প্রধান পর্যবেক্ষণ, অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস এবং নীতিগত বড় চ্যালেঞ্জগুলির বিষয়ে তিনি আলোকপাত করবেন।
জতুগৃহ আনন্দপুরে মৃত বেড়ে ২১, শুভেন্দু যাওয়ার আগেই ১৬৩ ধারা জারি প্রশাসনের
উদ্ধার হওয়া ২১টি দেহাংশের পরিচয় নিশ্চিত করতে আজ থেকেই ডিএনএ ম্যাপিংয়ের কাজ শুরু হতে পারে।
ফেব্রুয়ারিতেই প্যাচপ্যাচে গরমে কাহিল দক্ষিণবঙ্গ? আবহাওয়ার বিরাট আপডেটে তোলপাড় কলকাতা
কলকাতায় শীতের তীব্রতা কিছুটা কমলেও সকালবেলা এখনও বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এদিন দার্জিলিংয়ের সর্বনিন্ম তাপমাত্রা ৮.০C-, কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭C, কল্যাণীতে এদিনের সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ১২.০C। আরও পড়ুন- SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির আগামীকালও দক্ষিণবঙ্গসহ কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। উত্তরবঙ্গে বুধবার কয়েকটি জেলায় হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং-এ হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন- Ajit Pawar Political Journey: কাকার ছায়া বনাম নিজের সাম্রাজ্য: অজিত পওয়ারের ৩৫ বছরের রাজনৈতিক সফরের মর্মান্তিক ইতি কলকাতার আবহাওয়া: আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সকালে কুয়াশা থাকবে, এরপর আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭C এবং সর্বনিম্ন ১৫C হবে। শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ ও কলকাতায় শীত বিদায়ের পথে। আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের তীব্রতা আর ফিরে আসবে না। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি বা তুষারপাতের কারণে সেখানকার ঠাণ্ডা কিছুটা বাড়তে পারে। আরও পড়ুন- ভোটের আগে বড় চমক, বিজেপিকে চাপে রেখে বিরাট উইকেট তুলে নিল তৃণমূল, পদ্মশিবিরের তুমুল চর্চা
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ছিলই, ‘কান্তারা’র ‘দৈব নৃত্য’নকলে এবার এফআইআর রণবীরের বিরুদ্ধে
'কান্তারা: চ্যাপ্টার ওয়ান' ছবিতে ঋষভ শেট্টির 'দৈব নৃত্য'কে অনুকরণ করে তুলু সম্প্রদায়ের আরাধ্য দেবীকে 'মহিলা ভূত' সম্বোধন করে রোষের মুখে পড়েছিলেন তিনি।
মমতার দিল্লি যাওয়ার ঘোষণার মাঝেই রাজ্যে আসছেন শাহ, ভোটে লড়াইয়ের 'নীলনকশা' প্রস্তুত বিজেপির?
চলতি বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, মাসের শেষ দিকে দু’দিনের সফরে বঙ্গ সফরে আসছেন বিজেপি সেকেন্ড ইন কমান্ড। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতেই এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। আরও পড়ুন- বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মর্মান্তিক মৃত্যু: দিল্লি সফর স্থগিত রাখলেন মমতা, তদন্ত দাবি রাজ্য বিজেপির এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। ওই দিনই তিনি রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি, সাংগঠনিক পরিকাঠামো এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরসূচি অনুযায়ী, ৩১ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে একটি জনসভায় ভাষণ দেবেন। ব্যারাকপুর শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এবং সেখানে হিন্দিভাষী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। ওই সভা থেকেই বিজেপির নির্বাচনী বার্তা তুলে ধরবেন অমিত শাহ বলে দলীয় সূত্রের দাবি। আরও পড়ুন- কাকার ছায়া বনাম নিজের সাম্রাজ্য: অজিত পওয়ারের ৩৫ বছরের রাজনৈতিক সফরের মর্মান্তিক ইতি রাজ্য বিজেপি সূত্র আরও জানিয়েছে, ৩১ জানুয়ারি সন্ধ্যাতেই অমিত শাহ দিল্লিতে ফিরে যাবেন। তবে এই স্বল্প সফরেই তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশ দেবেন বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একই মাসে পরপর প্রধানমন্ত্রীর সফর, বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের রাজ্য সফর এবং এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে আসা সব মিলিয়ে স্পষ্ট, বিধানসভা নির্বাচনকে বিজেপি এবার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ জানুয়ারি মালদা জেলায় এবং ১৮ জানুয়ারি হুগলির সিঙ্গুরে দু’টি রাজনৈতিক সভা করেন। পাশাপাশি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বর্তমানে দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে রয়েছেন। বুধবার তিনি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শিল্পাঞ্চলে একটি জনসভায় ভাষণ দেন। আরও পড়ুন- SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির উল্লেখ্য, গত মাসেও পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। তবে সেই সময় তিনি কোনও জনসভা বা রোড শো করেননি। মূলত দলের অভ্যন্তরীণ সাংগঠনিক বৈঠকেই জোর দিয়েছিলেন তিনি। সেই সফরে তাঁর একমাত্র প্রকাশ্য কর্মসূচি ছিল একটি সাংবাদিক সম্মেলন। তবে মাসের শেষের এই সফরে প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠকের পাশাপাশি জনসভাও রয়েছে। ফলে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রচারে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরও পড়ুন- 'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল
West Bengal Weather: বাংলায় হবে তুষারপাত, বড় আপডেট দিয়ে দিল হাওয়া অফিস
West Bengal, Kolkata Weather Report: উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার। অপরদিকে, দক্ষিণ-পূর্ব উত্তর-প্রদেশ থেকে উত্তর কর্ণাটক পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা। উত্তর-পূর্ব বিহারের ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। তারই প্রভাব পড়ছে বাংলায়।
আইনি প্রক্রিয়ার অপব্যবহার! রাহুলের ‘দ্বৈত নাগরিকত্ব’মামলা খারিজ আদালতের, মামলাকারীকেই ‘তিরস্কার’
শুধু ভারতের নন। ব্রিটেনেরও নাগরিক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই অভিযোগ তুলে মামলা ঠুকেছিলেন ভিগ্নেশ শিশির নামের এক বিজেপি নেতা।
Colombia Plane Crash |কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সাংসদ সহ নিহত ১৫
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা (Colombia Plane Crash)। বিমান ভেঙে পড়ায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। স্থানীয় সময় বুধবার দুপুরে কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটায় (Cucuta) এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। কলম্বিয়ার অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (Civil Aviation Authority) নিশ্চিত করেছে যে, বিমানে থাকা ১৩ জন যাত্রী এবং ২ জন ক্রু মেম্বারের মধ্যে […] The post Colombia Plane Crash | কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সাংসদ সহ নিহত ১৫ appeared first on Uttarbanga Sambad .
‘প্রত্যেক বছর হবে সেবাশ্রয়’, মেটিয়াবুরুজে শিবির ঘুরে দেখে ঘোষণা অভিষেকের
সাংসদ এদিন মডেল ক্যাম্প পরিদর্শনে এসে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে যান। মানুষের সঙ্গে হাতে হাত মেলান, হাত নাড়িয়ে সকলকে শুভেচ্ছা এবং হাতজোড় করে নমস্কার জানান।
তৃণমূলের প্রবল চাপ, ভোটের আগে ঝুঁকি নিতে নারাজ বিজেপি, বন্দে-ভারত স্লিপারে এবার মেন্যুতে বিরাট বদল
হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে অবশেষে নিরামিষের পাশাপাশি আমিষ খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিল রেল। পশ্চিমবঙ্গ বিজেপির অনুরোধ ও চাপের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। গত ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্লিপার পরিষেবার উদ্বোধন করেন। তবে ট্রেনে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশনের সিদ্ধান্তকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়, বিশেষ করে বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করে। আরও পড়ুন- SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, রবিবার তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে আমিষ খাবার চালুর অনুরোধ জানান। তিনি বলেন, “রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই যাত্রীদের জন্য আমিষ খাবারও পাওয়া যাবে। দু’তিন দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।” এর আগে তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল, শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন আসলে বাঙালিদের খাদ্যাভ্যাস ও সংস্কৃতির উপর আঘাত। এই অভিযোগ ঘিরেই রাজনৈতিক চাপ বাড়তে থাকে। যদিও সুকান্ত মজুমদার বলেন, “ট্রেনটি সদ্য চালু হয়েছে। প্রথম দিন থেকেই সব পরিষেবা চালু করা সম্ভব হয় না। কিন্তু তৃণমূল কংগ্রেস বিষয়টিকে নোংরা রাজনীতির হাতিয়ার করেছে।” রেল সূত্রের খবর, প্রথমে এই রুটে শুধুমাত্র নিরামিষ খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যেহেতু কলকাতা ও কামাখ্যা দুটিই ধর্মীয় স্থান।হাওড়া–গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের মাধ্যমে কলকাতার কালীঘাট ও দক্ষিণেশ্বরের মতো কালীমন্দির এবং গুয়াহাটির কামাখ্যা মন্দিরের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, এই ট্রেনের ফলে বাংলা ও অসমের ভক্তরা একে অপরের পবিত্র স্থানে সহজে যাতায়াত করতে পারবেন। আরও পড়ুন- 'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল তবে বাস্তবতা হল, বাংলা ও অসম উভয় রাজ্যে আমিষ খাদ্য সংস্কৃতি বেশি জনপ্রিয়। মাছ ও মাংস এই দুই রাজ্যের মানুষের দৈনন্দিন খাদ্যের অঙ্গ। তাছাড়া কালীঘাট বা কামাখ্যা মন্দিরে ভক্তদের জন্য আমিষ ভোগ বা প্রসাদে কোনও নিষেধাজ্ঞা নেই। এই পরিস্থিতিতে তৃণমূলের লাগাতার আক্রমণে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি নেতাদের মধ্যে অস্বস্তি বাড়ে। এর আগেও কেন্দ্রীয় বিজেপি নেতাদের বাঙালিদের মাছ খাওয়া নিয়ে মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। সেই আবহেই ২৩ জানুয়ারি রাজ্য বিজেপি সভাপতি সমিক ভট্টাচার্য প্রকাশ্যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে আমিষ খাবার চালুর দাবিকে সমর্থন করেন। তিনি বলেন, “সব কিছুর বিরোধিতা করার দরকার নেই। এটি যুক্তিসঙ্গত দাবি। বাংলা থেকে ছাড়া একটি ট্রেন যদি ধরে নেয় বাঙালিরা মাছ খাবেন না, তা হতে পারে না।” তবে বিজেপি সূত্রের দাবি, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে ঠিক কী ধরনের আমিষ খাবার পরিবেশন করা হবে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। মাছ পরিবেশন করা সম্ভব নাও হতে পারে, তবে চিকেনের মতো আমিষ পদ অবশ্যই মেনুতে থাকবে বলে জানিয়েছেন দলের এক নেতা। অন্যদিকে, রেলওয়ের এই সিদ্ধান্তকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “বিজেপি নেতারা আগে বাঙালিদের মাছ খাওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন, তা আমরা ভুলিনি। নির্বাচনের কথা মাথায় রেখেই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে আমিষ খাবার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট মিটলেই আবার বাঙালির খাদ্যাভ্যাস ও সংস্কৃতির উপর আক্রমণ শুরু হবে।” আরও পড়ুন- বন্ধ ঘরে স্ত্রী-সন্তানদের রক্তস্নাত দেহ, পাশে ঝুলছেন গৃহকর্তা, তদন্তে পুলিশ
Weather Update |কোথাও বৃষ্টি, কোথাও কুয়াশা! সপ্তাহান্তে কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী কয়েকদিন সমগ্র পশ্চিমবঙ্গজুড়ে আবহাওয়ার মিশ্র প্রভাব পরিলক্ষিত হতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার হেরফেরের পাশাপাশি কুয়াশা ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বলে জানা যাচ্ছে (Weather Update)। উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকলেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং জেলার […] The post Weather Update | কোথাও বৃষ্টি, কোথাও কুয়াশা! সপ্তাহান্তে কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া? appeared first on Uttarbanga Sambad .
Kolkata News Live Updates: বাংলাদেশের ফের টার্গেট ইসকন। ব্রাহ্মণবাড়িয়ায় আইএসকন মন্দিরে চুরির ঘটনা। ১৪টি মূর্তি সহ সোনা ও রূপার গহনা লুট। আরও পড়ুন- রাজীব কুমারকেই ডিজিপি করতে চায় রাজ্য, নিয়োগ ঘিরে তুঙ্গে চর্চা, বাড়ল আইনি জটিলতা ফের বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলার ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সোমবার রাতে চুরি হয়েছে আইএসকন মন্দিরে। হামলাকারীরা অন্তত ১৪টি মূর্তি, ২০,০০০ টাকা নগদ, সোনা ও রূপার অলঙ্কার এবং অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয়। ২০১৭ সালের পর এই মন্দিরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা ঘটল। বাংলাদেশের হিন্দু সমাজ এই ঘটনাটিকে ধারাবাহিক হিন্দুদের উপর নির্যাতনের অংশ হিসাবেই দেখছেন। পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা যায়, ঘটনা সোমবার ভোর ২টো থেকে ৩টের মধ্যে এই চুরির ঘটনা ঘটে। মন্দিরের পুরোহিত লিপি রাণী গোপ প্রথম আলোকে বলেন, “আমাদের অপরাধ কী? কেন বারবার এভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে? আমরা এদেশে নিরাপদ নই। যদি নিরাপদ বোধ করতাম, তবে আমাদের মন্দিরে চুরি হত না।”পুলিশ সুপার শাহ মুহম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, “প্রতিমাগুলি গ্রিল কেটে চুরি করা হয়েছে। এই ঘটনার মামলা দায়ের করা হয়েছে এবং একাধিক টিম তদন্তে নেমেছে।” আরও পড়ুন- 'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল ঘটনার খবর পাওয়ার পর বিএনপি প্রার্থী এমএ হান্নান, জামায়াত-ই-ইসলামের প্রার্থী একেএম মুহাম্মদ আমিনুল ইসলামসহ অনেকে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। উল্লেখ্য শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের আগস্ট মাস থেকে দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বাড়তে থাকে। বিশেষ করে প্রথম তিন দিনে ২০০টিরও বেশি হামলার ঘটনা এবং অন্তত পাঁচ হিন্দু নিহত হয়। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ৩৫ দিনে অন্তত ১১ হিন্দু নিহত হয়েছে। আরও পড়ুন- ভোটের আগে বড় চমক, বিজেপিকে চাপে রেখে বিরাট উইকেট তুলে নিল তৃণমূল, পদ্মশিবিরের তুমুল চর্চা
Budget 2026: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, বাজেটে ট্রেনের টিকিটে ছাড় ফিরিয়ে দেবে সরকার?
Union Budget 2026 Expectation: আগে ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে ৪০ শতাংশ এবং ৫৮ বছরের উর্ধ্বে মহিলা যাত্রীদের ট্রেনের টিকিটে ৫০ শতাংশ ছাড় দেওয়া হত। এসি থেকে স্লিপার ক্লাস- সমস্ত শ্রেণিতেই এই ছাড় দেওয়া হত।
East Bengal FC: ইস্টবেঙ্গল ফুটবল দলের সময়টা আপাতত খুব একটা ভাল যাচ্ছে না। অস্কার ব্রুজ়োঁ (Oscar Bruzon) দায়িত্ব গ্রহণ করার পর থেকে তারা এখনও পর্যন্ত একটাও ট্রফি জিততে পারেনি। বিষয়টা নিয়ে ইতিমধ্যে সমর্থকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। যদিও শেষপর্যন্ত এই স্প্যানিশ কোচের উপরই ভরসা রেখেছে ইস্টবেঙ্গল ম্য়ানেজমেন্ট। সম্প্রতি এমন একটি খবর প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ইতিমধ্যে কলকাতা ময়দানে শোরগোল পড়ে গিয়েছে। আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। আরও পড়ুন: East Bengal FC: আজকের দিনেই 'ইতিহাস' গড়েছিল ইস্টবেঙ্গল, মনে আছে সেকথা? দলে নিতে চায়নি বসুন্ধরা কিংস আজকাল ডট ইনে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে, সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাব এমন একজন ফুটবলারকে সই করিয়েছে, যাঁকে বাংলাদেশের স্বনামধন্য ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস নিতে চায়নি। আপনাদের মধ্যে অনেকের মনেই হয়ত এই প্রশ্ন জাগতে শুরু করেছে যে কোন ফুটবলারকে নিয়ে এতক্ষণ ধরে আমরা গৌরচন্দ্রিকা সাজিয়ে চলেছি। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, এই ফুটবলারের নাম ইউসুফ এজেজারি (Youssouf Ezzazari)। সম্প্রতি লাল-হলুদ ব্রিগেডে যোগ দিয়েছেন তিনি। আরও পড়ুন: East Bengal FC New Footballer: মশাল ব্রিগেডে এবার 'আগুন' স্প্যানিশ স্ট্রাইকার! ২০২৬-য়ে ইস্টবেঙ্গলের ট্রফির খরা কী কাটতে চলেছে? বসুন্ধরার কোচ ছিলেন স্বয়ং অস্কার মজার ব্যাপার হল, ইস্টবেঙ্গলের এই নয়া স্ট্রাইকারের সিভি যখন বসুন্ধরা কিংসের কাছে গিয়েছিল, সেই সময় অস্কার নিজেই ওই দলের কোচ ছিলেন। কিন্তু, তা সত্ত্বেও তিনি কেন এজ়েজারিকে দলে নিলেন না। এই বিষয়ে আজকাল সংবাদমাধ্যমকে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান জানিয়েছেন, বিগত কয়েকবছর ধরেই এই ফুটবলারের সিভি নাকি তাঁদের কাছে যাচ্ছিল। কিন্তু, শেষপর্যন্ত আর নেওয়া হয়নি। আরও পড়ুন: Mohun Bagan vs East Bengal, ISL 2025-26 Fixture: ভালবাসার দিনেই ডার্বির লড়াই! মোহন-ইস্ট দ্বৈরথে শুরু এবারের আইএসএল? ইমরুল হাসানের কথায়, 'দলগঠন করার জন্য আমাদের একটি নির্দিষ্ট প্যানেল রয়েছে। সেই প্যানেলের হাত ধরেই বিদেশি ফুটবলাররা নির্বাচিত হন। মনে হচ্ছে, কোনও কারণে হয়ত ওই প্যানেলের মনোঃপুত হয়নি।'এমনকী, গত বছর পর্যন্ত এজ়েজারির জন্য বসুন্ধরা কিংসের কাছে আবেদন গিয়েছিল। শেষপর্যন্ত সেই আবেদন পত্র নাকচ হয়ে যায়। আরও পড়ুন: East Bengal FC Latest News: মিনি ডার্বিতে ধামাকা ইস্টবেঙ্গলের, ১৪-০ গোলে ওড়াল প্রতিপক্ষকে! আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগ। আশা করা হচ্ছে, এবারের টুর্নামেন্টেই ইস্টবেঙ্গল তাদের আইএসএল ট্রফির খরা কাটাতে পারবে। তবে এই লক্ষ্যে পৌঁছনোর জন্য এজ়েজারি কতখানি অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারেন, আপাতত সেটাই দেখার।
ভোটের আগে দিল্লিতে ঝড়! হুঙ্কার মমতার, রাজধানীর রাজপথ দাপিয়ে বেড়াবেন তৃণমূল সুপ্রিমো
বাংলায় চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ও ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে SIR-এর নামে মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অভিযানের মাধ্যমে গোপনে এনআরসি কার্যকর করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র ও কমিশন। তিনি স্পষ্ট করেন, এই বিষয়টি নিয়ে তাঁর লড়াই তিনি দিল্লিতে নিয়ে যাবেন। আরও পড়ুন- 'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল বুধবার সিঙ্গুরে এক জনসভায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে তিনি শীঘ্রই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী জানান, তাঁর দিল্লি সফরের সূচিতে শেষ মুহূর্তে পরিবর্তন আনতে হয়েছে। আনন্দপুর এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হওয়ায় তিনি সফর বাতিল করতে বাধ্য হন। সিঙ্গুরের সভা থেকে ওই দুর্ঘটনার কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই সভার পর আমার দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু কিছু দুর্ভাগ্যজনক পরিস্থিতির কারণে আমাকে সফর বাতিল করতে হয়েছে।” তবে দিল্লি যাওয়ার পরিকল্পনা যে বাতিল নয়, তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আজ না হলেও আমি অবশ্যই আগামীকাল বা পরশু দিল্লি যাব। প্রয়োজনে আমি আদালতে যাব।” তিনি আরও জানান, অনুমতি পেলে তিনি জনসাধারণের পক্ষ থেকেও যুক্তি উপস্থাপন করবেন আইনজীবী হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে। এই মামলার জন্য প্রয়োজনীয় সব নথি ও প্রমাণ ইতিমধ্যেই তিনি সুরক্ষিত রেখেছেন বলেও দাবি করেন। SIR প্রক্রিয়া নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ও বিজেপি মিলেই এনআরসির নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। তাঁর দাবি, এই বিশেষ নিবিড় সংশোধনের আড়ালেই রাজ্যে গোপনে এনআরসি চালু করার চেষ্টা চলছে। “আমরা কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। পশ্চিমবঙ্গে এনআরসি বাস্তবায়ন করতে দেব না,” হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি তাদের অহংকার ভেঙে দেব, বিশ্বাস করুন।” এই মন্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তাঁর লড়াই আরও তীব্র হবে বলেই রাজনৈতিক মহলের মত। আরও পড়ুন- বন্ধ ঘরে স্ত্রী-সন্তানদের রক্তস্নাত দেহ, পাশে ঝুলছেন গৃহকর্তা, তদন্তে পুলিশ তৃণমূল সূত্রের দাবি, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক বৃহৎ বিক্ষোভ কর্মসূচি হতে পারে। এই আন্দোলনে তাঁর সঙ্গে থাকবেন কয়েকশো মানুষ। তাঁদের মধ্যে প্রায় ১৬০ জন রয়েছেন সেই সব পরিবারের সদস্য, যাঁদের তৃণমূল ‘SIR-এর শিকার’ বলে দাবি করছে। দলের অভিযোগ, SIR সংক্রান্ত কারণে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ১১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। সংসদের বাজেট অধিবেশন চলাকালীন প্রায় সব দলের সাংসদ ও শীর্ষ নেতৃত্ব দিল্লিতে উপস্থিত থাকবেন। সেই সময়েই মমতার আন্দোলন শুরু হওয়ায় বিষয়টি আরও রাজনৈতিক তাৎপর্য পাবে বলেই মনে করা হচ্ছে। এই আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। নবান্নে তাঁর সঙ্গে বৈঠকের পর অখিলেশ বলেন, “দেশে যদি কেউ বিজেপির বিরুদ্ধে লড়াই করে থাকেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। SIR শুধুমাত্র বাংলাকে টার্গেট করতেই আনা হয়েছে।” তিনি মমতার সাহসিকতার প্রশংসা করে বলেন, “দিদি দায়িত্বশীলভাবে মানুষের পক্ষে লড়াই করছেন।” অখিলেশ যাদব আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপির হাতিয়ারে পরিণত হয়েছে। তাঁর দাবি, “মহারাষ্ট্রে ইডি ও সিবিআই ব্যবহার করেই নির্বাচনে জিতেছে বিজেপি। আমি খুশি যে দিদি ইডিকে পরাস্ত করেছেন,”সম্প্রতি ইডির অভিযানের সময় মমতার প্রতিবাদের প্রসঙ্গ টেনে বলেন তিনি। SIR প্রসঙ্গে অখিলেশের মন্তব্য, “এই প্রক্রিয়ার নামে আসলে এনআরসি চালু করার চেষ্টা চলছে। যত বেশি সম্ভব ভোটারের নাম বাদ দেওয়াই তাদের লক্ষ্য। বহু মানুষকে জোর করে নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করা হয়েছে।” তাঁর দাবি, বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভীর আবেগের সম্পর্ক রয়েছে এবং আগামী বিধানসভা নির্বাচনেও তিনি মুখ্যমন্ত্রী থাকবেন। আরও পড়ুন- 'আমাকে রোখার সাধ্য কারো নেই, দিল্লি যাবই, আদালতে লড়ব', সিঙ্গুর থেকে SIR ইস্যুতে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
রাজীব কুমারকেই ডিজিপি করতে চায় রাজ্য, নিয়োগ ঘিরে তুঙ্গে চর্চা, বাড়ল আইনি জটিলতা
রাজ্যের নতুন ডিজিপি নিয়োগকে ঘিরে ফের বাড়ল জটিলতা। কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল (CAT)-এর একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। এর ফলে রাজ্যে নতুন পূর্ণকালীন ডিজিপি নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আরও পড়ুন- রাতের অন্ধকারে চলল গুলি, লুটিয়ে পড়লেন যুবক, উত্তাল সামশেরগঞ্জ, মোতায়েন বিশাল পুলিশ চলতি মাসের শুরুতে CAT নির্দেশ দেয়, বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের অবসর গ্রহণের দিন অর্থাৎ ৩১ জানুয়ারির মধ্যে নতুন ডিজিপি নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী, ২১ জানুয়ারি CAT রাজ্য সরকারকে জানায়, ২৩ জানুয়ারির মধ্যে UPSC-তে প্রস্তাব পাঠাতে হবে, যাতে ৩১ জানুয়ারির মধ্যেই পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়। CAT-এর নির্দেশ মেনে রাজ্য সরকার গত সপ্তাহে আটজন আইপিএস-এর তালিকা UPSC-তে পাঠায়। ওই তালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের নামও রয়েছে। একইসঙ্গে, রাজ্য সরকার তাঁর ক্ষেত্রে পরিষেবা মেয়াদ বাড়ানোর আবেদনও জানিয়েছে, যাতে তাঁকেই পূর্ণকালীন ডিজিপির দায়িত্ব দেওয়া যায়। বর্তমানে রাজ্য পুলিশের কোনও স্থায়ী ডিজিপি নেই। রাজীব কুমার ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবেই দায়িত্ব সামলাচ্ছেন। নিয়ম অনুযায়ী, রাজ্য সরকার যোগ্য আইপিএস আধিকারিকদের একটি তালিকা UPSC-তে পাঠায় এবং সেই তালিকা থেকে চূড়ান্তভাবে ডিজিপি নিয়োগের ছাড়পত্র দেয় কমিশন। আরও পড়ুন- ভোটের আগে বড় চমক, বিজেপিকে চাপে রেখে বিরাট উইকেট তুলে নিল তৃণমূল, পদ্মশিবিরের তুমুল চর্চা তবে এই নিয়োগ ঘিরে বিতর্ক শুরু হয়, যখন UPSC রাজ্য সরকারের পাঠানো আইপিএস আধিকারিকদের তালিকা ফেরত পাঠায়। UPSC-র অল ইন্ডিয়া সার্ভিসের ডিরেক্টর নন্দ কিশোর কুমার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকেও পরামর্শ দেন, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি নিতে। এই জটিলতার সূত্রপাত হয় রাজীব কুমারের পূর্বসূরি মনোজ মালব্যর অবসরের পর। মনোজ মালব্য ডিসেম্বর ২০২৩-এ ডিজিপি পদ থেকে অবসর নেন। সুপ্রিম কোর্টের ২০১৮ সালের এক নির্দেশ অনুযায়ী, কোনও রাজ্যে ডিজিপির অবসর নেওয়ার অন্তত তিন মাস আগে উত্তরসূরি হিসেবে তিনজন আইপিএস আধিকারিকের প্যানেল UPSC-তে পাঠানো বাধ্যতামূলক। কিন্তু সেই নিয়ম না মেনেই রাজ্য সরকার রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে নিয়োগ করে। UPSC জানিয়েছে, ওই নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকারের উচিত ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরেই মনোজ মালব্যর উত্তরসূরির জন্য প্যানেল পাঠানো। সেই প্রক্রিয়া অনুসরণ না করায় সাম্প্রতিক সময়ে পাঠানো তালিকা গ্রহণ করতে অস্বীকার করে কমিশন। ফলে রাজ্যের ডিজিপি নিয়োগ নিয়ে প্রশাসনিক ও আইনি জটিলতা আরও বাড়ল। আরও পড়ুন- SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির
রাতের অন্ধকারে চলল গুলি, লুটিয়ে পড়লেন যুবক, উত্তাল সামশেরগঞ্জ, মোতায়েন বিশাল পুলিশ
রাতের অন্ধকারে চাঞ্চল্যকর খুনের ঘটনায় উত্তাল সামশেরগঞ্জ। বুধবার গভীর রাতে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলো সংলগ্ন নূর মোহাম্মদ কলেজের কাছে জাতীয় সড়কের ধারে গুলি করে খুন করা হল এক হোটেল ব্যবসায়ীকে। পরপর কয়েক রাউন্ড গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাঁর দেহ। আরও পড়ুন- SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির নিহত যুবকের নাম রাহুল বিশ্বাস (৩৪)। তাঁর বাড়ি সামশেরগঞ্জের তারবাগান এলাকায়। পেশায় তিনি হোটেল ব্যবসায়ী। জানা গিয়েছে, আগে পাতার ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন এলাকায় একটি হোটেল খুলেছিলেন রাহুল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাতে হোটেলে বসে থাকার সময় আচমকাই অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী এসে রাহুলকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে এলাকায় চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় রাহুল বিশ্বাসকে দ্রুত স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। আরও পড়ুন- Ajit Pawar Political Journey: কাকার ছায়া বনাম নিজের সাম্রাজ্য: অজিত পওয়ারের ৩৫ বছরের রাজনৈতিক সফরের মর্মান্তিক ইতি ঘটনার খবর পেয়ে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলো ও নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ফরাক্কার এসডিপিও-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই খুনের পিছনে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীর খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আরও পড়ুন- ভোটের আগে বড় চমক, বিজেপিকে চাপে রেখে বিরাট উইকেট তুলে নিল তৃণমূল, পদ্মশিবিরের তুমুল চর্চা
Bharti Singh: দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করলেন ভারতী-হর্ষ, ছোট্ট ছেলেকে কেমন দেখতে?
কৌতুক অভিনেত্রী ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া গত বছরের ডিসেম্বর মাসে, দ্বিতীয় সন্তানের আগমনে ফের একবার বাবা-মা হয়েছেন। ছেলের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে, ভক্তদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নেন তাঁরা। এবার, প্রায় এক মাস পর, ইনস্টাগ্রামে তাঁদের নবজাতক পুত্রের প্রথম ঝলক দেখালেন এই তারকা দম্পতি এবং প্রকাশ করলেন ছেলের নামও। ভারতী ও হর্ষ তাঁদের দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন যশবীর। ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টে, নামকরণ অনুষ্ঠানের একগুচ্ছ মনকাড়া পারিবারিক ছবি শেয়ার করেছেন ভারতী ও হর্ষ। ছবিতে দেখা যায়, ভারী সূচিকর্ম করা লাল কুর্তায় সেজেছেন ভারতী, আর হর্ষ পরেছেন বেগুনি রঙের কুর্তা-পায়জামা। এক ফ্রেমে ভারতী কোলে তুলে রেখেছেন ছোট্ট যশবীরকে, পাশে দাঁড়িয়ে রয়েছেন হর্ষ ও তাঁদের বড় ছেলে লক্ষ। আরেকটি ছবিতে দেখা যায়, দাদা লক্ষ আদর করে জড়িয়ে ধরার চেষ্টা করছে তার নবজাতক ভাইকে। এই পারিবারিক মুহূর্তে, হাসি আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছে গোটা ফ্রেম। ছবিগুলি প্রকাশ্যে আসতেই সুনীল শেঠি, মালাইকা অরোরা, কৃষ্ণা তান্না-সহ একাধিক সেলিব্রিটি ও অনুরাগী মন্তব্যে শুভেচ্ছা জানিয়েছেন। Arijit Singh: বলিউডে বড় ধাক্কা! প্লেব্যাক সিঙ্গিং ছাড়ছেন অরিজিৎ সিং, কী বললেন শিল্পী? এর আগে, ১৯ ডিসেম্বর ভারতী ও হর্ষ তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন একটি ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে। ক্যাপশনে তাঁরা লিখেছিলেন, “লিম্বাচিয়া এবং পুত্ররা - আবার এটি একটি ছেলে।” এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। উল্লেখ্য, কমেডি শো কমেডি সার্কাস-এর সেটেই প্রথম আলাপ হয় ভারতী ও হর্ষের। হর্ষ ছিলেন শোয়ের অন্যতম লেখক, আর ভারতী ছিলেন অন্যতম জনপ্রিয় পারফর্মার। ধীরে ধীরে বন্ধুত্ব থেকে সম্পর্ক গাঢ় হয়, শুরু হয় প্রেম। দীর্ঘদিন ডেট করার পর ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান লক্ষের জন্ম হয়। Hiraan Chatterjee: 'বড় ব্লান্ডার...!' ভুলের মাশুল গুনছেন? বিস্ফোরক মন্তব্য হিরণের প্রাক্তন স্ত্রীর এক সাক্ষাৎকারে তাঁদের প্রেমের শুরুর দিনগুলির কথা বলতে গিয়ে হর্ষ বলেছিলেন, “আমি তখন অন্য শিল্পীদের জন্য লিখতাম। হঠাৎ আমাকে বলা হয়, ভারতীর জন্য সংলাপ লিখতে হবে। আমরা বন্ধুত্বের মাধ্যমে কাছাকাছি আসি। ভারতী আমার বাইকে চেপে মুম্বাইয়ের নানা জায়গা ঘুরত। সেই বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে প্রেম জন্ম নেয়।” দ্বিতীয় সন্তানের আগমনে ভারতী ও হর্ষের সংসার যেন আরও সম্পূর্ণ হয়ে উঠেছে। যশবীরের প্রথম ঝলক দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা, আর এই খুশির মুহূর্তে ভাসছে গোটা লিম্বাচিয়া পরিবার।
ভোটের আগে বড় চমক, বিজেপিকে চাপে রেখে বিরাট উইকেট তুলে নিল তৃণমূল, পদ্মশিবিরের তুমুল চর্চা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় রাজনৈতিক চমক দিল তৃণমূল কংগ্রেস। ভোটের ঠিক আগে বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। বুধবার কলকাতার তৃণমূল ভবনে আয়োজিত যোগদান অনুষ্ঠানে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বনমন্ত্রী বীরবাহা হাঁসদার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি। আরও পড়ুন- Ajit Pawar Political Journey: কাকার ছায়া বনাম নিজের সাম্রাজ্য: অজিত পওয়ারের ৩৫ বছরের রাজনৈতিক সফরের মর্মান্তিক ইতি দলে যোগ দিয়ে অরুণা মার্ডি জানান, আদিবাসী সমাজের নারীদের উন্নয়নে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। তৃণমূল কংগ্রেসের ব্যানারে থেকে আদিবাসী, তপশিলি জাতি (এসসি), তপশিলি উপজাতি (এসটি) এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে চান বলে স্পষ্ট করেন তিনি। যোগদানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অরুণা মার্ডি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও কাজ তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। “দিদির কাজ আমার খুব ভালো লাগে। তাঁদের নেতৃত্বেই অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি,” বলেন তিনি। আরও পড়ুন- SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির নিজের রাজনৈতিক অতীত প্রসঙ্গে অরুণা মার্ডি জানান, আগে তিনি সিপিআই(এম)-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন মহিলা সংগঠনের মাধ্যমে সমাজসেবামূলক কাজ করেছেন। পরবর্তী সময়ে বিজেপির সঙ্গেও কাজ করলেও সেখানে তাঁকে কোনও দায়িত্ব বা ভূমিকা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। সেই কারণেই নতুন রাজনৈতিক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অরুণা মার্ডি। তাঁর বক্তব্য, সমাজের বহু মহিলা এখনও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, তাঁদের পাশে দাঁড়ানোই তাঁর রাজনৈতিক লক্ষ্য। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি স্বামী খগেন মুর্মুর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য নিয়ে নাম না করেই অরুণা মার্ডি বলেন, প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক মতামত থাকতে পারে। “তিনি বিজেপিতে আছেন, সেটাও তাঁর সিদ্ধান্ত। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ পছন্দ করি এবং নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করব,” বলেন তিনি। একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলে থাকা অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন অরুণা মার্ডি। এমনকি ভবিষ্যতে প্রয়োজন মনে করলে খগেন মুর্মুও দল পরিবর্তনের কথা ভাবতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে, স্ত্রীর তৃণমূলে যোগদানের খবর পেয়েই দিল্লি থেকে পাল্টা প্রতিক্রিয়া দেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তিনি দাবি করেন, “ভোটের আগে সহানুভূতি পাওয়ার চেষ্টাতেই তৃণমূল এসব করছে।” আরও পড়ুন- 'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল
Fat Loss Signs: অনেকেই ভাবেন ওজন কমলে প্রথমেই তা ধরা পড়বে দাঁড়িপাল্লায় বা পোশাক ঢিলে হওয়ায়। কিন্তু বাস্তবে fat loss শুরু হলে শরীর অনেক সূক্ষ্ম এবং কখনও কখনও অদ্ভুত সংকেত দিতে শুরু করে, যা আমরা সহজেই উপেক্ষা করি। ঘন ঘন প্রস্রাব হওয়া, আগের তুলনায় বেশি ঠান্ডা লাগা, মুড হঠাৎ ভালো বা খারাপ হয়ে যাওয়া—এই লক্ষণগুলো অনেকের কাছেই বিভ্রান্তিকর মনে হতে পারে। নবি মুম্বইয়ের গাইনোকোলজিস্ট ডা. মল্লিকা সুরভে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই কিছু 'weird but common' পরিবর্তনের কথা তুলে ধরেছেন, যা fat loss-এর সময় শরীরে দেখা যায়। তাঁর বক্তব্য অনুযায়ী, এগুলো সবসময় খারাপ নয়, বরং অনেক ক্ষেত্রে শরীরের ভেতরের পরিবর্তনের স্বাভাবিক ইঙ্গিত। View this post on Instagram fat loss শুরু হলে ঘন ঘন প্রস্রাব হওয়া একটি সাধারণ বিষয়। কারণ চর্বি কোষ শুধু শক্তি নয়, জলও ধরে রাখে। যখন শরীর সেই ফ্যাট ভাঙতে শুরু করে, তখন সেই অতিরিক্ত জল প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। এই কারণেই অনেকেই ডায়েট বা ব্যায়াম শুরু করার প্রথম দিকে বেশি বার টয়লেটে যেতে লক্ষ্য করেন। আরও পড়ুন- কফি ছাড়ায় শরীর, স্নায়ু তরতাজা! জানুন বনিতা সান্ধুর ফিটনেস ফান্ডা অনেকের আরেকটি অভিজ্ঞতা হল হঠাৎ ঠান্ডা বেশি লাগা, বিশেষ করে হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া। এর পেছনেও রয়েছে ফ্যাট কমে যাওয়ার প্রভাব। শরীরের চর্বি আমাদের প্রাকৃতিক insulation হিসেবে কাজ করে। ফ্যাট কমলে সেই সুরক্ষা স্তরও কমে যায়, ফলে ঠান্ডা বেশি অনুভূত হতে পারে। কিছু ক্ষেত্রে resting metabolic rate সামান্য কমলেও এই অনুভূতি বাড়তে পারে। আরও পড়ুন- প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই তেল লাগান, বগলের কালো দাগ ও দুর্গন্ধ ধীরে কমতে পারে fat loss চলাকালীন ঘামের গন্ধ বদলে যেতেও পারে। এটা অনেকের কাছে অস্বস্তিকর লাগলেও চিকিৎসকদের মতে, শরীর যখন ফ্যাটকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে শুরু করে, তখন ketone তৈরি হয়। এই ketone সাময়িকভাবে শরীরের গন্ধে পরিবর্তন আনতে পারে। সাধারণত এটি ক্ষতিকর নয়, যদি পর্যাপ্ত খাবার ও জল গ্রহণ করা হয়। আরও পড়ুন- মস্তিষ্ক সুস্থ থাকবে, স্মৃতিশক্তি বাড়াতে ৬টি সহজ অভ্যাসের ওপর জোর দিচ্ছেন স্নায়ু বিশেষজ্ঞরা শুধু শারীরিক নয়, মানসিক পরিবর্তনও fat loss-এর সঙ্গে গভীরভাবে জড়িত। এই সময় leptin, ghrelin, cortisol এবং insulin-এর মতো হরমোনে ওঠানামা করে। leptin কমে গেলে ক্ষুধা বাড়তে পারে, ghrelin-এর পরিবর্তনে appetite কখনও বেশি কখনও কম মনে হতে পারে। শুরুতে cortisol বাড়লে মুড সুইং, বিরক্তি বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আরও পড়ুন- কিডনির স্বার্থে কোন ৬ খাবার এবং পানীয় ভুলেও খাবেন না, জেনে নিন বিশেষজ্ঞ কী বলছেন তবে শরীর ধীরে ধীরে নতুন রুটিনের সঙ্গে মানিয়ে নিলে এই হরমোনগুলো স্থিতিশীল হতে শুরু করে। তখন অনেকেই লক্ষ্য করেন, ঘুম ভালো হচ্ছে, মন শান্ত লাগছে এবং মানসিক স্পষ্টতা বাড়ছে। এই কারণেই অনেকের ক্ষেত্রে প্রথম দিকে মুড খারাপ থাকলেও পরে হঠাৎ ভালো লাগতে শুরু করে। সব ওজন হ্রাস স্বাস্থ্যকর নয় তবে সব fat loss-এর লক্ষণ যে স্বাস্থ্যকর হবে, এমন নয়। বিশেষজ্ঞদের মতে, healthy fat loss হলে শক্তি মোটামুটি স্থিতিশীল থাকে, ঘুম ভালো হয়, নারীদের ক্ষেত্রে মাসিক চক্র স্বাভাবিক থাকে এবং দৈনন্দিন কাজ বা ব্যায়ামে দুর্বলতা আসে না। এর বিপরীতে অতিরিক্ত বা অস্বাস্থ্যকর fat loss হলে দেখা দিতে পারে চরম ক্লান্তি, মাথা ঘোরা, চুল পড়া, হরমোনের গোলমাল, বারবার অসুস্থ হওয়া বা মুখ খুব শুকনো এবং কান্ত দেখানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শরীর কেমন অনুভব করছে। শুধু ওজন কমছে কি না, সেটাই একমাত্র মানদণ্ড হওয়া উচিত নয়। fat loss-এর লক্ষ্য হওয়া উচিত সামগ্রিক সুস্থতা, যাতে শরীর ও মন দুটোই ভালো থাকে। কোনও লক্ষণ যদি অতিরিক্ত বা দীর্ঘস্থায়ী মনে হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
Plane Crash: অবতরণের আগে র্যাডার থেকে হঠাৎ উধাও! আবার ভেঙে পড়ল বিমান, মৃত এক নেতা সহ ১৫ জন
Flight Crash: বিচক্রাফ্ট ১৯০০ নামক ওই বিমানটি সাতেনা ফ্লাইটের পরিচালিত। জানা গিয়েছে, ওসানায় অবতরণের কথা ছিল বিমানের। তবে নির্ধারিত অবতরণের কয়েক মিনিট আগেই, দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
Murshidabad News: বন্ধ ঘরে স্ত্রী-সন্তানদের রক্তস্নাত দেহ, পাশে ঝুলছেন গৃহকর্তা, তদন্তে পুলিশ
একই পরিবারের চারজনের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad News) জেলার ভগবানগোলা থানা এলাকার কুঠিবাড়িতে। একটি ভাড়াবাড়ি থেকে স্ত্রী ও দুই শিশুকন্যার গলাকাটা দেহ উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে গৃহকর্তার ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তির নাম মানিক ব্যাপারী। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা পর্যন্ত ওই বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপরই খবর দেওয়া হয় ভগবানগোলা থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই আঁতকে ওঠেন সকলে। দেখা যায়, বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী ও দুই মেয়ের গলাকাটা দেহ। আর ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মানিক ব্যাপারীর দেহ। আরও পড়ুন- Mamata Banerjee: 'আমাকে রোখার সাধ্য কারো নেই, দিল্লি যাবই, আদালতে লড়ব', সিঙ্গুর থেকে SIR ইস্যুতে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার এলাকাবাসীদের প্রাথমিক ধারনা, পারিবারিক কোনও বিবাদ বা মানসিক অবসাদের জেরে মানিক ব্য়াপারী প্রথমে তাঁর দুই মেয়ে ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন। পরিবারের সকলকে শেষ করে দিয়ে নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। তবে মানিক কেন এমন চরম পথ বেছে নিলেন, তা নিয়ে ঘনিয়েছে রহস্য। আরও পড়ুন- Ajit Pawar Plane Crash: বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মর্মান্তিক মৃত্যু: দিল্লি সফর স্থগিত রাখলেন মমতা, তদন্ত দাবি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ভগবানগোলা মহকুমার এসডিপিও (SDPO) বিমান হালদার। তিনি নিজে গোটা বাড়িটি পরিদর্শন করেন এবং তদন্তের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র বা বহিরাগত কারও হাত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আরও পড়ুন- শরদ পাওয়ারের কাছ থেকে রাজনীতির হাতেখড়ি, কীভাবে মহারাষ্ট্র রাজনীতির 'মাসিহা' হয়ে উঠেছিলেন অজিত পাওয়ার? ভরদুপুরে এমন নৃশংস হত্যাকাণ্ডের (Murder) খবর ছড়িয়ে পড়তেই কুঠিবাড়ি এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যারা মানিক ব্যাপারীকে চিনতেন, তাঁরাও বিশ্বাস করতে পারছেন না শান্ত স্বভাবের এক ব্যক্তি এমন কাণ্ড ঘটাতে পারেন। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ এবং মানিক ব্যাপারীর মোবাইল ফোনটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।
Ajit Pawar Death in Plane Crash: লিয়ারজেট ৪৫ (Learjet 45) নামক প্রাইভেট চার্টার্ড বিমানে করে মুম্বই থেকে পুণের বারামতীতে যাচ্ছিলেন অজিত পওয়ার। নিজের গড়ে একাধিক জনসভা ছিল তাঁর, কিন্তু এবারের জনসভায় আর যোগ দেওয়া হল না। অবতরণের সময় আছড়ে পড়ে বিমান। আগুন ধরে যায় বিস্ফোরণে।
Ajker Rashifal Bengali, Horoscope 29 January 2025: আজ কেমন যাবে আপনার দিন? জেনে নিন সম্পূর্ণ রাশিফল
Ajker Rashifal Bengali, 29 January 2025: আজকের দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বেশ তাৎপর্যপূর্ণ। রাশিফল বলছে, গ্রহের অবস্থান অনেক রাশির জীবনেই ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের জন্য দিনটি মানসিক শক্তি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। হাসি ও ইতিবাচক মনোভাবই আজ আপনার বড় অস্ত্র। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন, যদিও ব্যক্তিগত সম্পর্কে কিছুটা সংযম জরুরি। আরও পড়ুন- পূর্বপুরুষেরা কি স্বপ্নে এসে কথা বলতে চান? নেপথ্যে থাকতে পারে ভয়ঙ্কর ইঙ্গিত! বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জাতকদেরও আর্থিক দিক থেকে দিনটি শুভ। পুরোনো বিনিয়োগ বা সঞ্চয় থেকে লাভের সম্ভাবনা রয়েছে। সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দাম্পত্য জীবনে আনন্দের মুহূর্ত আসতে পারে। ভ্রমণ কিছুটা ক্লান্তিকর হলেও ভবিষ্যতের জন্য লাভজনক হবে। আরও পড়ুন- সামুদ্রিক শাস্ত্র বলছে এই ধরনের আঙুলের সঙ্গীরা হন ভীষণ রোমান্টিক ও যত্নশীল মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতকদের জন্য আজ নতুন সুযোগের দরজা খুলতে পারে। অর্থনৈতিক সমঝোতা বা ব্যবসায়িক সিদ্ধান্ত থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। প্রেমের ক্ষেত্রে আজ আবেগের গভীরতা বাড়বে। আরও পড়ুন- এবছর জয়া একাদশী কবে, ২৮ না ২৯ জানুয়ারি? সঠিক তিথি, শুভ সময় এবং উপবাসের গুরুত্ব জানুন কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতকদের শক্তি ও উদ্যম বাড়বে। খেলাধুলা বা আউটডোর অ্যাক্টিভিটিতে মন দিলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে, তবে সন্তানের সাফল্য আপনাকে গর্বিত করবে। সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আরও পড়ুন- কর্পূর দিয়ে এই উপায়ে নিয়মিত শিবমন্ত্র জপ করলে মন ভাল হবে, কৃপা মিলবে দ্রুত সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকদের জন্য দিনটি রোমান্টিক ও প্রাণবন্ত। প্রেম ও দাম্পত্য জীবনে সুখবর মিলতে পারে। কর্মক্ষেত্রে সুযোগ হাতছাড়া না করাই বুদ্ধিমানের কাজ। আজ আত্মবিশ্বাসই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের জন্য অপ্রত্যাশিত সুখবর আসতে পারে। দূর সম্পর্কের আত্মীয়দের থেকে ভালো খবর পেতে পারেন। তবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা জরুরি। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জাতকদের মনে আজ শান্তি ও স্থিরতা থাকবে। আধ্যাত্মিক ভাবনা এবং ভালো মানুষের সান্নিধ্য মানসিক ভারসাম্য এনে দেবে। কর্মক্ষেত্রে লাভের সম্ভাবনা প্রবল এবং দাম্পত্য জীবনে আবেগঘন মুহূর্ত তৈরি হবে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জাতকদের জন্য ধ্যান ও আত্মবিশ্লেষণ আজ খুবই উপকারী। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা জরুরি। কর্মক্ষেত্রে গোপন পরিকল্পনা প্রকাশ না করাই ভালো। অভিজ্ঞ কারও পরামর্শ কাজে লাগবে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকদের জন্য আজ পরিশ্রমের ফল পাওয়ার দিন। আর্থিক পুরস্কার বা প্রশংসা মিলতে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগ বাড়বে এবং দাম্পত্য জীবন আরও সুন্দর হতে পারে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের বহুদিনের স্বপ্ন আজ বাস্তবের পথে হাঁটতে পারে। তবে অতিরিক্ত উচ্ছ্বাস থেকে দূরে থাকাই ভালো। পরিবার ও সঙ্গীর সঙ্গে সময় কাটালে মানসিক তৃপ্তি পাবেন। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের জন্য আজ সহযোগিতা এবং সমর্থনের দিন। আর্থিক পরিকল্পনা করলে ভবিষ্যতে লাভ হবে। প্রেম ও দাম্পত্য জীবনে সুখকর চমক অপেক্ষা করছে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের জন্য দিনটি ইতিবাচক। স্বাস্থ্য ভালো থাকবে এবং সঞ্চয়ের পরিকল্পনা সফল হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন অনুভূতির জন্ম হতে পারে, পারিবারিক সময় আনন্দে কাটবে।
২৯ জানুয়ারি রাশিফল: কর্কট রাশির জাতিকারা শিশুদের বিশেষ যত্ন নিন! বাকিদের ভাগ্যে কী?
কেমন কাটবে আপনার আজকের দিনটি?
কালান্তার ( ২৯ জানুয়ারী ২০২৬ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
Top 5 Sports News Highlights: বুধবার (২৮ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে হেরে গেল ভারত। অন্যদিকে, অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ার টেনিস কিংবদন্তী নোভাক জোকোভিচ। এদিকে সুপার কাপ জয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। ভারতের হার নিউজিল্যান্ডের অল-রাউন্ড পারফরম্য়ান্সের দৌলতে চতুর্থ টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া ৫০ রানে হেরে গেল। বুধবার (২৮ জানুয়ারি) বিশাখাপত্তনমের ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। কালো টুপির দল ইতিমধ্যেই চলতি সিরিজ হাতছাড়া করে ফেলেছে। তবে যেভাবে তারা কামব্যাক করল, টি-২০ বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে অবশ্যই স্বস্তিতে রাখবে না। আরও পড়ুন: IND vs NZ 4th T20I Highlights: শেষ ভারতের যাবতীয় আশা, বিশাখাপত্তনমে রাজত্ব নিউজিল্যান্ডের সেমিতে 'জোকার' চলতি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল পর্বে পৌঁছে গিয়েছেন সার্বিয়ার কিংবদন্তী টেনিস তারকা নোভাক জোকোভিচ। তবে যেভাবে তিনি শেষ চারে উঠেছেন, তা সবাইকে হতবাক করেছে। কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার এই টেনিস তারকার লড়াই ইটালির প্রতিপক্ষ লরেঞ্জ়ো মুসেট্টির বিরুদ্ধে হওয়ার কথা ছিল। আরও পড়ুন: Novak Djokovic News: জোকোভিচের মাথায় 'ঈশ্বরের হাত'! চমকে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনে 'সুপার' বর্ষপূর্তি ইস্টবেঙ্গলের বুধবার (২৮ জানুয়ারি) ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়েছে, আজ থেকে ঠিক ২ বছর আগে ভুবনেশ্বরে আমরা এআইএফএফ সুপার কাপ জয় করেছিলাম। আজ কলিঙ্গ জয়ের ২ বছর পূর্ণ হল। এই টুইট দেখে লাল-হলুদ সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। আরও পড়ুন: East Bengal FC: আজকের দিনেই 'ইতিহাস' গড়েছিল ইস্টবেঙ্গল, মনে আছে সেকথা? অজিত পাওয়ারের মৃত্যুতে শোকস্তব্ধ শচীন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বারামতী যাওয়ার সময় একটি বিমান দুর্ঘটনায় মারা যান তিনি। আর এই মৃত্যুর খবর সামনে আসতেই টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-য়ে নিজের শোকজ্ঞাপন করেছেন। আরও পড়ুন: Ajit Pawar Death: অজিত পাওয়ারের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট, কী বললেন শচীন? 'রং'রুটে সৌরভ লাল বলের ক্রিকেটে আপাতত রাজত্ব করছেন জো রুট। যখনই তিনি ব্যাট হাতে মাঠে নামেন, তখনই কোনও না কোনও রেকর্ড কায়েম করেন। এবার তো ওয়ানডে ক্রিকেটেও সেই আগুন ফর্ম দেখতে পাওয়া গেল। টি-২০ বিশ্বকাপের ঠিক আগে শ্রীলঙ্কা সফরে গিয়েছে। ইতিমধ্যে জো রুট ওয়ানডে ক্রিকেটে সাফল্যের এক নয়া শৃঙ্গ স্পর্শ করলেন। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি 'ধামাকা' রেকর্ড হেলায় ভেঙে দিলেন। আরও পড়ুন: Joe Root Record: ২২ গজে বোমা ফাটালেন রুট, ভাঙলেন সৌরভের 'ধামাকা' রেকর্ড আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।
New Rail Line: অবশেষে শোনা যাবে ঝমঝম শব্দ, সিউড়ি-আরামবাগ সহ ১৭৮ কিমি জুড়ে পাতা হবে স্বপ্নের রেলপথ
Railway Projects: আদ্রা ডিভিশনের অন্তর্গত মাথনাশিপুর হল্টকে ব্লক স্টেশনে রূপান্তরিত করা হবে এবং তারকেশ্বর–আরামবাগ শাখায় অবস্থিত জঙ্গলপাড়ার সঙ্গে মাথনাশিপুরের সংযোগকারী একটি নতুন রেললাইন নির্মাণ করা হবে। বর্তমানে এই অঞ্চলের মানুষ নিকটবর্তী রেল স্টেশনে পৌঁছনোর জন্য সড়ক পরিবহনের উপর নির্ভরশীল।
বিশ্বকাপ বয়কট আসলে নাটক! অন্য খেলায় দিব্যি ভারতে আসছে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপ থেকে 'ঘাড়ধাক্কা' খেতে হয়েছে তাদের। তবে বাংলাদেশের অন্তর্বর্তী মহম্মদ ইউনুস সরকার ভারতে ক্রিকেট দল না পাঠালেও পদ্মাপারের দেশের সরকার অন্য খেলোয়াড়দের ভারতে পাঠানোয় আপত্তি জানায়নি।
Salim-Humayun: দেড় ঘণ্টার গোপন বৈঠক, বিজেপি-তৃণমূল ফেরত হুমায়ুনের সঙ্গে আলোচনায় বসলেন সেলিম
Humayun Kabir: গত ডিসেম্বর মাসে জনতা ইউনাইটেড পার্টি নামে নতুন দল গঠন করেন হুমায়ুন। তিনি ঘোষণা করেছিলেন, একাই শতাধিক আসনে প্রার্থী দেবেন তিনি। দল গঠনের দিনই মঞ্চ থেকে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তিনি। পরে হুমায়ুন বলেছিলেন, সিপিএম ও আইএসএফের সঙ্গে জোটে আগ্রহী তিনি।
‘শূন্য’কাটাতে বাবরির নামে ভোট চাওয়া হুমায়ুনই ভরসা! JUP নেতার সঙ্গে জোট বৈঠকে সেলিম
ভোট বৈতরণী পার করতে সাম্প্রদায়িক JUP'র সঙ্গে জোট বামেদের জন্য হিতে-বিপরীত হতে পারে বলে মনে করছেন অনেকেই।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জয়ের মোমেন্টাম ধরে রেখে সিরিজ পকেটে পুরতে নেমেছিল ভারত (IND-NZ T20 Series)। কিন্তু বুধবার বিশাখাপত্তনমের বাইশ গজে ঘটল উলটপুরাণ। টস জিতে প্রথমে ব্যাটিং করে ২১৫ রানের পাহাড় খাড়া করেছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে গেল ভারতীয় ইনিংস। কিউয়িদের কাছে ৫০ রানে হারের ফলে সিরিজে এখন সমতা ফিরল। টসে […] The post IND-NZ T20 Series | একা কুম্ভ শিবম দুবে, কিন্তু শেষরক্ষা হল না, ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে হারল ভারত appeared first on Uttarbanga Sambad .
টপ অর্ডারে সূর্য-অভিষেকদের দায়সারা ব্যাটিং, নিয়মরক্ষার ম্যাচে হারল ভারত
চতুর্থ টি-টোয়েন্টির আগে সব কিছু এক সুরে বাজছিল। তবে বিশাখাপত্তনমের ম্যাচে সব কিছু তালগোল পাকিয়ে গেল টিম ইন্ডিয়ার। পাওনা কেবল শিবম দুবের লড়াই।
গত শনিবার আইসিই আধিকারিকের গুলিতে মৃত্যু হয় অ্যালেক্স প্রেটি নামে এক যুবকের।হোমল্যাল্ড সিকিউরিটি বিভাগ দাবি করে, ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অগ্নেয়াস্ত্র এবং দু’টি ম্যাগাজিন। এমনকী তিনি ওই এলাকায় অগ্নেয়াস্ত্রের ছবিও বিতরণ করছিলেন। পরিস্থিতি জটিল হতেই গুলি চালাতে বাধ্য হন আধিকারিকরা।
Mamata Banerjee |সময় মিলেছে, সোমেই দিল্লিতে কমিশনের দপ্তরে মমতা! সঙ্গী অভিষেক
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে নির্বাচন কমিশন (ElectionCommission) সময় দিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। আগামী ২ ফেব্রুয়ারি, সোমবার, দিল্লিতে কমিশনের সদর দপ্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন তৃণমূলনেত্রী, এবং তৃণমূল সূত্রে খবর, তাঁর সঙ্গে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই […] The post Mamata Banerjee | সময় মিলেছে, সোমেই দিল্লিতে কমিশনের দপ্তরে মমতা! সঙ্গী অভিষেক appeared first on Uttarbanga Sambad .
Rail in Suri: ১০০ বছর পর সিউড়িতে তৈরি হচ্ছে এই রেললাইন, তাতেও তরজা!
Birbhum: পাল্টা আজ রেল মন্ত্রকের দেওয়া চিঠি ও ভিডিয়ো প্রকাশ করে জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন, রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে তাঁর প্রস্তাবেই। তিনি বলেন, আমার মতো ক্ষুদ্র এক বিজেপি নেতার কথায় রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে, এটাতে আমি খুবই খুশি। এর আগেও মেমু এক্সপ্রেস চালু করেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়।
ইউনুসের পাকিস্তান প্রেম! ১৪ বছর পর বৃহস্পতিবারই চালু হচ্ছে ঢাকা-করাচি উড়ান
বাংলাদেশের বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারওয়েস জানিয়েছে, প্রথম উড়ানের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
‘ইব্রাহিম অত্যন্ত নির্লজ্জ’, সইফপুত্রকে নিয়ে বিস্ফোরক ওরি, ক্ষমা চাইতে বললেন অমৃতা সিংকেও
জটিলতার বীজ বুনেছেন ওরি নিজেই। সম্প্রতি রিল ভিডিওয় ওরিকে বলতে শোনা যায়, “সারা, অমৃতা, পলক- এই তিনটে নাম অত্যন্ত খারাপ।”
SIR আতঙ্কে মতুয়ারা! শান্তনুর মুখে সেই সিএএ, ‘ব্যবসা করছেন’, কটাক্ষ তৃণমূলের
বুধবার বাগদায় মতুয়া মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন শান্তনু ঠাকুর। সেখানে সিএএতে আবেদনের কথা বলেন তিনি।
কেদারনাথে অ-হিন্দু প্রবেশে নিষেধাজ্ঞা, সনাতন আদর্শকে কলুষিত করবে?
নানা ভাষা, নানা মত, নানা পরিধানের ভারতে বিবিধের মাঝে মহান মিলনের যে সুর প্রাচীন সময় থেকে চলে আসছে, তা অস্বীকার করে সংখ্যাগুরুর আধিপত্য চাপিয়ে দেওয়ার ভাবনা মাথায় আসতে পারে কিছু মূর্খেরই।
সাতদিনে সাত প্রেমিক! ‘রস্টার ডেটিং’য়ের নেশায় বুঁদ জেন জি, কেন বাড়ছে এই প্রবণতা?
সত্যিই কি 'ট্রায়াল অ্যান্ড এরর' পদ্ধতিতে সম্পর্ক স্বাস্থ্যকর নাকি মোটেও নয়?
বুদ্ধবাবু ফিরিয়েছিলেন, গ্রহণ করছে অচ্যুতানন্দনের পরিবার! পদ্মপ্রাপ্তি নিয়ে প্রশ্ন সিপিএমের অন্দরেই
দলের অন্দরে ইতিউতি প্রশ্ন উঠছে, অচ্যুদানন্দনের পরিবারকে বুঝিয়ে কি এই বিতর্ক এড়ানো যেত না। নাকি কেরল ও বাংলা লবির জন্য নিয়ম আলাদা?
CPIM: ‘বাংলার যেখানে যেখানে সিপিএম জিতবে…’, বড় ঘোষণা শতরূপের, শীঘ্রই ইস্তেহার প্রকাশ বামেদের!
Shatarup Ghosh: বুধবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভার লক্ষ্মীপুর আটপাড়ায় বামেদের একটি সভা ছিল। সেখানেই শতরূপ ঘোষের মুখে প্রতিশ্রুতির কথা শোনা যায়। বামেরা জিতে বিধায়ক হলে, কী কী কাজ করা হবে, সে কথাও ঘোষণা করে দিয়েছেন শতরূপ।
ভয়শূন্য চিত্তে করেছেন প্রতিবাদ, উচ্চ শিরেই ‘অবসর’, আবেগী অরিজিতের নির্ভীক সত্তায় গর্বিত ভক্তকুল
নিজভূমে রাজপাট সাজিয়ে যোদ্ধা যখন মহারণক্ষেত্রের জন্য প্রস্তুত হচ্ছেন, তখন অরিজিৎ সিংয়ের আকস্মিক স্বেচ্ছাবসর নিয়ে একাধিক ত্বত্ত্ব চাউড় সিনেপাড়ায়।
Arijit Singh: ৪০ টাকার খাবারের রেস্তোরাঁ ‘হেশেল’, অরিজিতের মানবিক দিক দেখার মত...
মঙ্গলবার হঠাৎ করেই প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে গোটা সঙ্গীত জগতকে চমকে দিলেন অরিজিৎ সিং। সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ব্যাটল অফ গালওয়ান-এর জন্য গাওয়া তাঁর সর্বশেষ ট্র্যাক ‘মাতৃভূমি’ মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় এই বড় সিদ্ধান্তের কথা জানান জনপ্রিয় গায়ক। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় অরিজিৎ লেখেন, “হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে একজন শ্রোতা হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর কোনও নতুন প্লেব্যাক গান গাইব না। যাত্রাটা ছিল অসাধারণ।” তবে তিনি স্পষ্ট করে দেন, সঙ্গীত থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন না। বরং ধ্রুপদী সংগীত চর্চা ও লাইভ কনসার্টে আরও বেশি মনোযোগ দিতে চান। তাঁর কথায়, “আমি গান গাওয়া বন্ধ করছি না। ভবিষ্যতে আরও শিখতে চাই, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চাই।” এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া- একদিকে বিস্ময়, অন্যদিকে ভালোবাসা ও শুভকামনার ঢল। Arijit Singh: দমবন্ধ হয়ে আসছিল অরিজিতের! কেন প্লে-ব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিলেন? আসল রহস্য সামনে... তবে, এই শিল্পীর যেমন মঞ্চের আলোয় তুখোড় প্রতিভা, তেমনি মঞ্চের বাইরেও তাঁর মানবিক উদ্যোগে প্রশংসা কুড়িয়েছেন অরিজিৎ সিং। ভারতের অন্যতম জনপ্রিয় এই শিল্পী সমাজসেবা করতেও পিছপা হন না। এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সবার জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নিজের শহর জিয়াগঞ্জে তাঁর বিশেষ রেস্তোরাঁ- ‘হেশেল’ ঠিক তাঁরই উদাহরণ। এই রেস্তোরাঁর মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার পৌঁছে দেওয়া। জানা গিয়েছে, এখানে মাত্র ৪০ টাকায় পুষ্টিকর খাবার পাওয়া যায়। অরিজিতের পরিবারের মালিকানাধীন একটি পুরনো পারিবারিক ব্যবসার অংশ হিসেবেই এই উদ্যোগ, যা তদারকি করেন তাঁর বাবা গুরদয়াল সিং। যদিও কিছু সূত্রের দাবি, এই বিশেষ মূল্যের খাবার মূলত শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট। মেয়েদের জন্যও নানা কাজ করেছেন অরিজিত। ১৮ বছর বয়সে কেরিয়ার শুরু করা অরিজিৎ সিং আজ পর্যন্ত বিভিন্ন ভাষায় ৩০০-রও বেশি গান গেয়েছেন। সাফল্যের শীর্ষে থেকেও সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতা তাঁকে আলাদা করে চিহ্নিত করেছে- প্লেব্যাক থেকে অবসর এবং ‘হেশেল’-এর মতো উদ্যোগ তারই উজ্জ্বল উদাহরণ।
সাদা শাড়ি-ওড়নায় বিয়ের পিঁড়িতে বঙ্গতনয়া! মমতা শংকর বললেন, ‘হিন্দু ধর্মে…’
বিয়েতে কনে সাদা শাড়ি পরবে একথা ভাবতেও পারেন না কেউ। কনে তো দূর-অস্ত, বিয়ে বাড়িতে আমন্ত্রিতরাও চেষ্টা করেন সাদা এড়িয়ে যেতে।
বড়দের ভুলে ঘাড়ে পড়ল ভারী লাউডস্পিকার! মুম্বইয়ে মৃত্যু ৩ বছরের শিশুকন্যার
স্থানীয়দের অভিযোগ, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান আযোজকদের গাফিলতিতে দুর্ঘটনা ঘটেছে।
নতুন অজুহাত! বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে আইসিসি-কে কাঠগড়ায় তুলল বাংলাদেশ
বাংলাদেশের তিন হাত। ডানহাত, বামহাত, অজুহাত। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে এসে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি তারা। দীর্ঘ টালবাহানা, বিতর্ক, অজুহাতের পর শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপ থেকে ছাঁটাই হয়েছে পদ্মাপারের দেশ।
‘শুল্কযুদ্ধের’ মধ্যেই আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাচ্ছেন জয়শংকর, বাণিজ্যচুক্তি নিয়ে কাটছে জট?
মার্কিন কর্পোরেট সংস্থাগুলির চাপে কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি পণ্যের ভারতীয় বাজার উন্মুক্ত করতে চায় আমেরিকা। সেই শর্তে রাজি নয় ভারত। তার ফলেই আটকে রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি।
Malda: মাঝির ছদ্মবেশে নৌকায় লুকিয়ে পুলিশ… মালদহে মাঝনদীতে নাটকীয় ‘অপারেশন’
Police Operation: মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের কাছে খবর ছিল, ঝাড়খন্ড থেকে তিনজন দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে মালদহে পাচার করতে আসছিল। সেই খবর পেয়েই মাঝি সেজে মাঝনদীতে নৌকায় লুকিয়ে পড়ে পুলিশ। অস্ত্র ভরা নৌকা এগোতেই পুলিশ আটকায়।
Cooch Behar Cricket |কোচবিহারের মহারাজার সতীর্থ ক্রিকেট নক্ষত্র প্রণব গুহর জীবনাবসান
শিবশংকর সূত্রধর, কোচবিহার: স্তব্ধ হয়ে গেল কোচবিহারের ক্রীড়া ইতিহাসের (Cooch Behar Cricket) একটি অধ্যায়। প্রয়াত হলেন মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের (Maharaja Jagaddipendra Narayan) ক্রিকেট দলের অন্যতম সদস্য তথা প্রবীণ ক্রীড়াবিদ প্রণব গুহ (৮০) (Pranab Guha)। বুধবার সকালে কোচবিহারের নতুন বাজার এলাকার নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ ক্রিকেটার। মহারাজার প্রিয় […] The post Cooch Behar Cricket | কোচবিহারের মহারাজার সতীর্থ ক্রিকেট নক্ষত্র প্রণব গুহর জীবনাবসান appeared first on Uttarbanga Sambad .
Mausam Noor |‘গনি খানের আদর্শেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব’, গাজোলে আবেগঘন প্রত্যাবর্তনের সভা মৌসমের
গাজোল: দীর্ঘ কয়েক বছরের ব্যবধান ঘুচিয়ে ফের মালদহের মাটিতে কংগ্রেসের সেই পুরনো মেজাজে দেখা গেল মৌসম বেনজির নূরকে (Mausam Noor)। বুধবার গাজোল ব্লক কংগ্রেসের উদ্যোগে বিদ্রোহী মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় হাজির হয়ে মৌসম শুধু বিজেপি বা তৃণমূলকে আক্রমণ করলেন না, বরং নিজের দলবদল নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে এক বড়সড় শপথও নিলেন। এদিন তাঁর পাশে […] The post Mausam Noor | ‘গনি খানের আদর্শেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব’, গাজোলে আবেগঘন প্রত্যাবর্তনের সভা মৌসমের appeared first on Uttarbanga Sambad .
অর্শদীপের ৩ উইকেট, তবুও ২০০ পেরল নিউজিল্যান্ড, ঈশানহীন ভারতের সামনে চ্যালেঞ্জ?
বিশাখাপত্তনমের এই 'নিয়মরক্ষার' ম্যাচও ভারতের কাছে গুরুত্বপূর্ণ ছিল দুই দলের কাছেই। জয়ের মোমেন্টাম ধরে রাখার মাঠে নামা ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের টসভাগ্য বুধবারও সুপ্রসন্ন ছিল।

12 C