১১ ডিসেম্বর রাশিফল: ঘুরতে গেলে এই ভুলগুলি ভুলেও করবেন না! কোন রাশির মন্দ ভাগ্য?
জেনে নিন আজকের রাশিফল।
বেগম রোকেয়াকে ‘মুরতাদ’কটাক্ষ, সোশাল মিডিয়ায় গর্জে উঠলেন তসলিমা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক এই কটাক্ষ করেন।
কে পালাল বাইকে? ফুটেজ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে!
ভোলানাথের দাবি, ঘাতক ১০ চাকার ট্রাকটি কে চালাচ্ছিলেন, সেটা স্পষ্ট দেখতে পেয়েছেন তিনি। ভোলানাথ জানান, আলিম নামে এক ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। তিনি বলেন, “আমি ১০০ শতাংশ নিশ্চিত। গাড়িতে আলিম ছিল। কালো জ্যাকেট পরে ও চালাচ্ছিল আমি দেখতে পেয়েছি।”
Modi Rahul Meeting: টানা ৮৮ মিনিট, এক ঘরে মোদী-শাহ-রাহুল! কী কথা হল?
PM Modi Mets Rahul Gandhi: বুধবার দুপুর ১টা নাগাদ প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছে যান রাহুল গান্ধী। বৈঠক শুরু হয় ১টা বেজে ৭ মিনিটে। ৮৮ মিনিট পর অফিস থেকে বেরিয়ে আসেন বিরোধী দলনেতা। কিন্তু এতক্ষণ ঠিক কী কী আলোচনা হল? সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় তথ্য কমিশনার, আট তথ্য কমিশনার এবং ভিজিল্যান্স কমিশনার নিয়োগ নিয়ে আপত্তি প্রকাশ করেছেন রাহুল গান্ধী।
আলিমের নার্ভের রোগ, ১৬ চাকার গাড়ি চালায় না: আলিমের স্ত্রী
Sandeshkhali: সব মিথ্যা কথা। ফাঁসানোর জন্য সবটা বলা হচ্ছে। এমনটাই দাবি করেছেন আলিম মোল্লার স্ত্রী। শেখ শাহজাহানের সঙ্গে যে আলিম তৃণমূল করতেন, সে কথা স্বীকার করেছেন তিনি। আলিমকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Telecom Tariff Hike: ইতিমধ্যে ভোডাফোন-আইডিয়া তাঁদের বার্ষিক প্ল্যানের দাম ১২ শতাংশ বাড়িয়ে দু'হাজার টাকা করে দিয়েছে। বেড়ে গিয়েছে ৮৪ দিনের প্ল্যানের দামও। একই সিদ্ধান্ত নিয়ে ভারতী এয়ারটেলও। সম্প্রতি তাঁদের সবচেয়ে সস্তা প্ল্যানটিতেও ১০ টাকা বাড়িয়েছে তাঁরা।
Supreme Court: কর্মীদের গ্র্যাচুইটি নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, কত বছর কাজ করলে মিলবে টাকা?
Pension Gratuity: দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন বা ডিটিসি-তে কর্মরত ছিলেন ওই ব্যক্তি। ৩০ বছর কাজ করার পর অবসর নেন তিনি। কিন্তু তাঁকে অবসরকালীন কোনও টাকাই দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। পেনশন পাওয়ার দাবি খারিজ করলেও গ্র্যাচুইটি আইনের ৪ নম্বর সেকশন অনুযায়ী, ওই টাকা দিতে হবে বলে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
বিয়ে ভাঙার পর প্রথমবার জনসমক্ষে স্মৃতি, জানালেন জীবনের ‘একমাত্র ভালোবাসা’র কথা
বুধবার দিল্লিতে এক অনুষ্ঠান হরমনপ্রীতকে দেখেই জড়িয়ে ধরলেন স্মৃতি।
চেরি ব্লসমে রঙিন পাহাড়! জাপান নয়, বছর শেষে সৌন্দর্যের স্বাদ পাবেন পাশের রাজ্য়েই
দেশের নানা প্রান্তের মানুষকে সেই ফুলে ঢাকা উত্তরপূর্ব ভারত আমন্ত্রণ জানাচ্ছে এই শীতের মরশুমে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বুধবার সংসদে ফের নাম বিড়ম্বনা। সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করে বিতর্কে জড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবার সংসদে প্রধানমন্ত্রীর নামের পদবী ভুল বললেন তাঁরই দলের সাংসদ। সংসদে বক্তব্য রাখার সময় সেই সাংসদ বললেন ‘আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাজপেয়ী।’ আর একথা মুখ দিয়ে বেরোতেই সংসদে ওঠে হাসির রোল। এবার প্রধানমন্ত্রীকে […] The post Abhijit Gangopadhyay | ফের নামবিভ্রাট সংসদে! প্রধানমন্ত্রীকে ‘নরেন্দ্র বাজপেয়ী’ সম্বোধন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের appeared first on Uttarbanga Sambad .
Amit Shah |নেহরু-ইন্দিরাকে নিশানা করে ‘ভোট চোর’ তকমা শায়ের! দিলেন ৩ উদাহরণ, ক্ষিপ্ত কংগ্রেস
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ভোট চুরি’ বিতর্কে সংসদে বেনজির বাকযুদ্ধে জড়ালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। বুধবার লোকসভায় নির্বাচনি সংস্কার নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শা বলেন, ‘বিরোধীরা বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে উদ্বিগ্ন কারণ এতে অবৈধ অভিবাসীদের নাম মুছে ফেলা হবে।’ আর তখনই শাকে বাধা দিয়ে নিজের তুলে […] The post Amit Shah | নেহরু-ইন্দিরাকে নিশানা করে ‘ভোট চোর’ তকমা শায়ের! দিলেন ৩ উদাহরণ, ক্ষিপ্ত কংগ্রেস appeared first on Uttarbanga Sambad .
কৃষভির প্রথম বিদেশ ভ্রমণ, ‘অতিরিক্ত’লাগেজ নিয়ে কোথায় চললেন কাঞ্চন-শ্রীময়ী?
কিছুদিন আগেই মেয়েকে নিয়ে পুরী থেকে ঘুরে এসেছেন দম্পতি।
Partha Chatterjee: প্রথমবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে ঠাঁই পাবেন পার্থ চট্টোপাধ্যায়, চলছে আলোচনা
WB Assembly: নিয়মানুসারে কোনও বিধায়ক গ্রেফতার হলে যে এজেন্সি বা যে জেল হেফাজত থেকে মুক্তি মিলেছে সংশ্লিষ্ট বিধায়কের, সেই এজেন্সি কিংবা জেল কর্তৃপক্ষকে বিধানসভায় মুক্তির কথা জানাতে হবে। কিন্তু তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া পার্থের ক্ষেত্রে সেটা আটকে ছিল প্রায় এক মাস কেটে গেলেও কেউ বিধানসভায় আনুষ্ঠানিকভাবে জানায়নি।
মোদির রাজ্যে পাঁচ বছরে ‘নিঃশব্দে’বাতিল ৬.৩৪ লাখ রেশন কার্ড! কারণ নিয়ে রহস্য
গত পাঁচ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে রেশন উপভোক্তাদের তালিকায় এই সংশোধন ঘিরে জোর শোরগোল।
Sandeshkhali: শাহজাহানের ‘বড়দা’ ভোলা ঘোষ হঠাৎ একদিন ‘শত্রু’ হয়ে গেল? কেমন ছিল সেই রসায়ন!
Sheikh Shahjahan: একসময় ঘনিষ্ঠতা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে শিবু হাজরা এবং আলমগীর (শাহজাহানের ছোট ভাই) শাহজাহানের ঘনিষ্ঠ হতে শুরু করেন। সূত্রের খবর, এরপর নানারকমভাবে ভোলানাথকে সরিয়ে নিজেদের জায়গা তৈরির মরিয়া চেষ্টা শুরু করেন শিবু।
মনে ভারত বিদ্বেষ! তবুও পাকিস্তানের বিয়ে বাড়ি মাতাচ্ছে ‘ধুরন্ধুর’-এর গান, ভাইরাল ভিডিও
ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ভারতীয় নেটবাসিন্দাদের তুমুল হইচই!
কী অভিযোগ জানালেন নীলম?
প্রধানমন্ত্রীর দপ্তরে রাহুলের সঙ্গে ৮৮ মিনিটের বৈঠক মোদি-শাহর, কী নিয়ে আলোচনা?
মোদি-শাহর 'পছন্দ' নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ।
SIR আবহে টানা একমাস অরন্ধন, চাল না মেলায় সংকটে শিশু,গর্ভবতীরা, প্রশাসনকে নিশানা বিরোধী শিবিরের
চাল বাড়ন্ত। তাই দীর্ঘ প্রায় একমাস ধরে বর্ধমান ১ নম্বর ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত হয়ে চলেছে অরন্ধন। তার কারণে ভাত,ডাল,সবজি বা খিচুড়ি কিছুই পাচ্ছেনা শিশু ,গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারি মায়েরা। অঙ্গনওয়াড়ী কেন্দ্র গুলির হেঁসেলের হাল এমন বেহাল হয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে যথেষ্টই ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। তা নিয়েপ্রশাসনকে এক হাত নিয়েছে বিরোধীরা। পর্যটকদের জন্য বিরাট দুঃসংবাদ! বন্ধ হল দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী গ্লেনারিজ রেস্তোরাঁর পানশালা বিজেপির নেতৃত্বের দাবি,ভোটার তালিকায় জাল ভোটারদের নাম গুঁজে দিতে এখন ব্যস্ত জেলা প্রশাসন। তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অরন্ধন চললেও হুঁশ নেই প্রলাসনের।এলাকাবাসীর কথায় জানা গিয়েছে,অরন্ধন চলছে বর্ধমান ১ নম্বর ব্লকের ভিটা, শোনপুর, তেঁতুলিয়া, বারাসতী,মিরেরডাঙা, দাসপুর,কলিগ্রাম সহ অন্য আরও কয়েকটি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অরন্ধন চলার কারণ প্রসঙ্গে এক অঙ্গনওয়াড়ী কর্মী শ্যামলী ওঝা জানান,সরকারি চাল পাওয়া না যাওয়ায় রান্না বন্ধ রাখতে হয়েছে।স্থানীয় বাসিন্দা নন্দিতা মাঝি, ছবি দাসরা বলেন, 'সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতরের অধীনে পরিচালিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এত দীর্ঘ সময় ধরে কেন খাদ্যসামগ্রী সরবরাহ বন্ধ, তা বোধগম্য হচ্ছে না’। এমন ঘটনায় এলাকার গরিব পরিবারের শিশু,গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টির ঘাটতি হচ্ছে। প্রকল্প থাকা সত্ত্বেও খাবার না মেলার দায় কে নেবে?” চিকেন প্যাটিস বিক্রির 'অপরাধে' খাস কলকাতায় বিক্রেতাকে হেনস্থা, মারধর, ভিডিও ভাইরাল হতেই তোলপাড় এ নিয়ে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমনিদের বক্তব্য, “কেন্দ্রগুলিতে চাল শেষ হয়ে যাওয়ার কথা আমরা বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্টক রিপোর্টও জমা দেওয়া হয়েছে। অভিভাবকরাও প্রতিদিন এসে প্রশ্ন করছেন কেন খাবার দেওয়া হচ্ছে ন?তবুও চাল আসছে না, তাই রান্না করে খাবার দেওয়ারও কোনও উপায় নেই। কিছুদিন গোটা ডিম এবং কিছুদিন অর্ধেক ডিম দিয়ে কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে রান্না বন্ধ থাকার ফলে শিশুদের পুষ্টি এবং গর্ভবতী নারীদের খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা দ্রুত খাদ্য সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন,'আমি খবর পেয়ে ডিপিও কে জানিয়েছি।কি সমস্যা তা জেনে দ্রুত যাতে এর সমাধান হয়।এরকম তো হওয়ার কথা নয়।আজকালের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।’ পর্যটকদের জন্য বিরাট দুঃসংবাদ! বন্ধ হল দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী গ্লেনারিজ রেস্তোরাঁর পানশালা যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি,বিজেপি নেতারা। জেলা বিজেপি নেতা মৃত্যঞ্জয় চন্দ্র বলেন,আসলে প্রশাসনের পক্ষ থেকে এই সব সমস্যা সমাধানের কোন উদ্যোগ নেই। সবাই এখন শাসকদল তৃণমূলকে কি করে ২৬ র ভোটে জেতানো যায় তাই নিয়ে ব্যস্ত।
একাকী বৃদ্ধের রহস্যমৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ, ঘনীভূত রহস্য
প্রবল শোরগোল হুগলির চুঁচুড়ায়।
‘ধুরন্ধর’দিয়েই নারীবিদ্বেষী ‘অ্যানিম্যাল’-এর গালে কষিয়ে চড় রণবীর সিংয়ের! কাপুরনন্দন দেখলেন?
সিনেমার কোন দৃশ্যে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'কে খোঁচা দেওয়া হয়েছে?
আচমকাই মোদিকে ফোন নেতানিয়াহুর! ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল?
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, দ্বিপাক্ষিক সম্পর্ক, গাজা শান্তিচুক্তি এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে।
Amit Shah vs Rahul Gandhi: ‘আমি কী বলব, আমার সিদ্ধান্ত…’, রাহুলকে ‘বসিয়ে’ ভোটচুরির খতিয়ান দিলেন শাহ
Parliament Winter Session: বুধের অধিবেশনে এসআইআর আলোচনায় বারংবার বিজেপির বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। যার পাল্টা এদিন সংসদে কংগ্রেস জমানায় হওয়া ভোটচুরির খতিয়ান পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেসের আমলে তিনবার ভোটচুরি হয়েছে বলেই অভিযোগ তাঁর। যা ঘিরে সরগরম শীতকালীন অধিবেশন।
BLO’কে গালিগালাজ! খাস কলকাতার ভোটারের বিরুদ্ধে FIR কমিশনের
ঠিক কী ঘটেছে?
Babri Masjid: মক্কা নয়, মেদিনীপুরের ‘ক্কারি সাহেব’ সেদিন মঞ্চে উঠল কীভাবে? ‘চক্রান্ত’ বলছেন হুমায়ুন
Humayun Kabir: শিলান্যাসের পর প্রশ্ন ওঠে, ওই দুজন আসলে কারা? শুরু হয় বিতর্ক। এবার সরাসরি সাংবাদিক বৈঠক করে জানানো হল, ওই দু'জন আসলে কে? চক্রান্তের অভিযোগও তুললেন হুমায়ুন কবীর। দুজনের সঙ্গে সেদিন হাত ধরে ছবিও তুলেছিলেন বিধায়ক।
জঙ্গিপুর: সামান্য সুদে ঋণ দেওয়ার টোপ দিয়ে গ্রামের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে দিল এক প্রতারক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত সাগরদিঘি এলাকায়। জানা গিয়েছে, দিন কয়েক আগে এলাকার এক বাসিন্দাকে মোবাইল ফোনে কম সুদে ঋণ দেওয়ার টোপ দেয় দুরন্ত দাস নামে এক যুবক। দুরন্তের পাতা ফাঁদে পা দেয় ওই বাসিন্দা। এরপরেই তাঁর […] The post Cyber crime | অল্প সুদে ঋণের টোপ! ওটিপি দিতেই সাফ ব্যাংক অ্যাকাউন্ট, লক্ষাধিক টাকা হাতিয়ে গ্রেপ্তার প্রতারক appeared first on Uttarbanga Sambad .
“মুসলিম ভোটে জিতে ওয়াকফ ইস্যুতে তাদেরই বিপদে ফেলেছেন মুখ্যমন্ত্রী, মমতাকে আগুনে আক্রমণ শুভেন্দুর
পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, কখনও সিএএ-কে এনআরসি বলছেন উনি তো, কখনও এসআইআর-কে এনআরসি বলে উল্লেখ করেছেন মমতা, আবার কখনও ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ভুল তথ্য প্রচার করে চলছেন, সবই মুখ্যমন্ত্রী করছেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে । চিকেন প্যাটিস বিক্রির 'অপরাধে' খাস কলকাতায় বিক্রেতাকে হেনস্থা, মারধর, ভিডিও ভাইরাল হতেই তোলপাড় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্রী যাই বলুক না কেন, কেন্দ্রীয় সরকারের তরফে আয়োজিত বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা কোনও আপত্তি জানাননি বলে উল্লেখ করে রাজ্যের বিরোধী দলনেতা। লখনউ ও দিল্লিতে হওয়া চারটি বৈঠকের মধ্যে দু’টিতে রাজ্যের অতিরিক্ত সচিব এবং সিইও উপস্থিত থাকলেও তাঁরা নীরব দর্শকের ভূমিকায় ছিলেন বলে উল্লেখ করেন শুভেন্দু। পাশাপাশি মমতাকে নিশানা করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, মুখ্যমন্ত্রী ধর্মীয় সম্পত্তি রক্ষার নামে বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছেন। এটা স্রেফ ওনার রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। পর্যটকদের জন্য বিরাট দুঃসংবাদ! বন্ধ হল দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী গ্লেনারিজ রেস্তোরাঁর পানশালা শুভেন্দু আরও দাবি করেন, ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ নিয়ে কেন্দ্রের ‘উম্মিদ’ (WAMSI) পোর্টালের নির্দেশ অক্টোবর থেকেই রাজ্য সরকারকে পাঠানো হয়েছিল। তা সত্ত্বেও রাজ্য সরকার কোন ব্যবস্থা নেয়নি। ফলে ৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের ডেডলাইনের মধ্যে বহু নথি আপলোডই করা যায়নি। এর ফলে বহু ওয়াকফ সম্পত্তি এখন আইনি জটিলতার মুখে পড়বে। উৎসবের আমেজ! হাতে জাতীয় পতাকা, বাস ভাড়া করে হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদ দেখতে মানুষের ঢল ওয়াকফ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্য এবং তৃণমূল নেতাদের উস্কানিমূলক ভাষণই সাম্প্রতিক অশান্তির বড় কারণ বলে উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, মুর্শিদাবাদ, সামশেরগঞ্জ, ধুলিয়ান,বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষ, লুঠ, অগ্নিসংযোগ, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। বৈষ্ণবনগরে স্বাধীনতার পর সর্বাধিক হারে হিন্দু পালানোর ঘটনাও দেখা গিয়েছে। প্রশাসন এসব ঘটনায় সত্য আড়ালেন চেষ্টা করেছে মুখ্যমন্ত্রী নিজেও উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। “মুসলিমদের ভোটে ক্ষমতায় এসে আজ সেই মুসলিম সমাজকেই বিপদে ফেলেছেন মুখ্যমন্ত্রী,বলেও দাবি করেছেন শুভেন্দু।কেন্দ্রীয় সরকার সকলের কল্যাণে কাজ করলেও রাজ্য সরকার রাজনৈতিক স্বার্থে মানুষকে বিভ্রান্ত করছে বলে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা।
‘সূর্যকুমার আমাকে চেনেন’, দাবি করতেই নেটপাড়ায় তীব্র কটাক্ষের শিকার গায়িকা অঙ্কিতা
ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ছবি পোস্ট করতেই ফের চর্চায় সঙ্গীতশিল্পী অঙ্কিতা।
এসআইআর: সংসদে রাহুলের সঙ্গে তুমুল বাকযুদ্ধ, ‘ভোটচুরি’র অভিযোগ নিয়েও বিঁধলেন ‘ক্রুদ্ধ’শাহ
সংসদে এসআইআর নিয়ে আলোচনায় তুমুল বাকযুদ্ধে জড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
IPL 2026 Auction: কবে-কোথায় দেখবেন আইপিএল নিলাম? জেনে নিন এখনই
Cooch Behar |জনসভা হাসি ফোটাল ব্যবসায়
কোচবিহার: মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে মুখের হাসি চওড়া হল রাসমেলা মাঠ সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের। বছরের অন্যদিন হাতেগোনা দুই-একটি ফাস্ট ফুডের দোকান দেখা যায়। মঙ্গলবার চিত্রটা ছিল অন্যরকম। জনসভাকে কেন্দ্র করে শুধু রাজনৈতিক উত্তাপ নয়, মাঠ সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে রকমারি খাবারের ঘ্রাণও। স্টেডিয়াম সংলগ্ন ফুটপাথ ঘেঁষে বসে একের পর এক নতুন নতুন খাবারের স্টল। সেখানে […] The post Cooch Behar | জনসভা হাসি ফোটাল ব্যবসায় appeared first on Uttarbanga Sambad .
Hair Remedy: বারবার রঙের ঝামেলা নেই, এই ঘরোয়া উপাদানে চুল করুন জঙ্গলের মত ঘন, কালো
Mathabhanga |দু’বারের কংগ্রেস বিধায়কের নামে রাস্তা
মাথাভাঙ্গা: মাথাভাঙ্গার ইতিহাসে নতুন অধ্যায় যোগ হতে চলেছে। প্রয়াত কংগ্রেস বিধায়ক ও শিক্ষাবিদ সারদাপ্রসাদ প্রামাণিকের নামে রাস্তার নামকরণের সিদ্ধান্ত নিয়েছে মাথাভাঙ্গা পুরসভা। স্বাধীনোত্তর বাংলার রাজনীতিতে সততা, নীতিবোধ ও মানবিকতার পরিচয় রেখে গিয়েছিলেন এই মানুষটি। ৬ নম্বর ওয়ার্ডের আমলাপাড়ায় তাঁর বাড়ির সামনের রাস্তার নাম সারদাপ্রসাদ সরণি করার প্রস্তাব দিয়েছিলেন তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। পুরসভার […] The post Mathabhanga | দু’বারের কংগ্রেস বিধায়কের নামে রাস্তা appeared first on Uttarbanga Sambad .
Fulbari |শীতে রসনা তৃপ্তিতে হাটে কেনা শামুকই ভরসা ভোজনরসিকদের
ফুলবাড়ি: শামুক দিয়ে তৈরি রেসিপি রাজবংশী সমাজে বড়ই জনপ্রিয়। তাদের ঐতিহ্য-ট্র্যাডিশনও বটে। প্রতিটি রাজবংশী বাড়িতে শামুক দিয়ে রেসিপি থাকা যেন মাস্ট। কিন্তু, স্থানীয় এলাকায় শামুক আগের মতো পাওয়া যায় না। তাই পাইকারদের হাত হয়ে বাইরে থেকে বাজারে আসা শামুকই ভরসা ভোজনরসিকদের। শীতের সূচনায় মাথাভাঙ্গা-২ ব্লকের ফুলবাড়ি ও বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বাজারে বাইরে থেকে […] The post Fulbari | শীতে রসনা তৃপ্তিতে হাটে কেনা শামুকই ভরসা ভোজনরসিকদের appeared first on Uttarbanga Sambad .
সংসদে নামবিভ্রাট, প্রধানমন্ত্রীকে নরেন্দ্র ‘বাজপেয়ী’সম্বোধন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
সংসদে উপস্থিত সকলেই তাজ্জব। ওঠে হাসির রোল।
Parliamet Winter Session: কিন্তু এখনও কেন কাঁটাতারহীন বাংলার সীমান্ত? জয়প্রকাশের কথায়, 'এটা কেন্দ্রের দায়িত্ব। আর কিছুদিন আগেই তো দেখলাম। ওপার থেকে আসা লোকজন বলছেন, দালাল ধরে এসেছি। এই সব টাকা তো ওদের পকেটেই যায়।' অবশ্য শুধু অনুপ্রবেশ ইস্যুতেই থেমে থাকেননি শাহ। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়ে আলোচনায় রাজ্য থেকে তৃণমূলকে 'সাফ' করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Hardik Pandya and Mahieka Sharma: হার্দিকের প্রেমে হাবুডুবু মাহিকার, ভরিয়ে দিলেন উষ্ণ ভালবাসায়
ভাঙছে বিজেপি–তিপ্রা মথা জোট? একা লড়াইয়ের ঘোষণা গেরুয়া শিবিরের পাল্টা হুঙ্কারে জোর চর্চা
ত্রিপুরায় আসন্ন ২০২৬ স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজ্যের শাসকদল বিজেপি এবং তিপ্রা মথার মধ্যে জমি দখলের জন্য দরজার লড়াই আরো এক ধাপ এগিয়ে গেল।মঙ্গলবার তিপ্রা মথা দলের দিকে আঙ্গুল তুলে বিজেপি জনজাতি মোর্চার রাজ্য প্রধান ও রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেছেন ২০২৬ এর পর থাকছে না বিজেপি - তিপ্রা মথা জোট। অতএব, রাজ্যের পাহাড়ে জেলা পরিষদ নির্বাচনে একাই লড়বে বিজেপি এবং জেলা পরিষদ কাউন্সিল দখল করবে বলেও দাবি করেছেন তিনি। প্রসঙ্গত:, ২০২১ সালে জন্ম নেবার পর মাত্র কয়েক মাসের মধ্যেই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছিল তিপ্রা মথা দল। ২০২৩ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে ১৩টি বিধায়ক নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে দলটি। গতবছর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে একটি ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদন হবার পর দলটি আনুষ্ঠানিকভাবে বিজেপির সঙ্গে রাজ্য সরকারের জোটসঙ্গী হয়ে যায়। উৎসবের আমেজ! হাতে জাতীয় পতাকা, বাস ভাড়া করে হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদ দেখতে মানুষের ঢল প্রাথমিকভাবে ত্রিপাক্ষিক চুক্তির ফল হিসেবে ছয় মাসের মধ্যেই উপজাতি উন্নয়নে অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ভাষা ও জমি সংক্রান্ত অধিকার নিয়ে কাজ শুরু হবে বলে তিপ্রা মথার পক্ষ থেকে জানানো হয়েছিল। তারপর থেকেই দুই শরিকের মধ্যে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। চলতি বছরের আগস্ট মাসে খোয়াই জেলার আশারামবাড়ী অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান চলাকালীন সেই অনুষ্ঠান শুনতে সমবেত হওয়া একদল বিজেপি সমর্থকের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা শরিক তিপ্রা মথা দলের দিকে আঙ্গুল তুলে তখন সাবধান করেছিলেন হিংস্র ও অগণতান্ত্রিক আক্রমণ মেনে নেওয়া হবে না। তারপর দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী ইত্যাদি বিভিন্ন জেলাতে দুই সঠিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে আসতে থাকে। গতমাসে উপজাতি স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যালয়ক্ষেত্র খুমুলুঙ অঞ্চলে পেটো বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, দুই দলের কর্মীদের মধ্যে আক্রমণ ও প্রতি আক্রমণের ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী শরিক তিপ্রা মথা দলের দিকে হিংসার অভিযোগ করলেও পাল্টা অভিযোগ তুলে মথার পক্ষ থেকে জানানো হয়, আক্রান্ত হয়েছিলেন খোদ তিপ্রা মথা দলের কর্মীরাই। বরং স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পালন করতে মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন, এমন ইঙ্গিত করে তাঁকে স্বরাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগ করে সেটি তিপ্রা মথা দলের হাতে তুলে দেবার পরামর্শও দিয়েছে উপজাতিভিত্তিক দলটি। চিকেন প্যাটিস বিক্রির 'অপরাধে' খাস কলকাতায় বিক্রেতাকে হেনস্থা, মারধর, ভিডিও ভাইরাল হতেই তোলপাড় এদিকে ২০২৬ এ আবার ঘনিয়ে আসছে এডিসি নির্বাচন। গতকাল চড়িলাম বিধানসভা অন্তর্গত সুতারমুড়া বাজারে বিজেপি সভা কে কেন্দ্র করে তিপরা মথা সমর্থক এসে ভাঙচুর চালায়।আজ ঘটনাস্থল পরিদর্শন করলেন বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেছেন মথার এই গুন্ডাগিরি ২৬শে শেষ হয়ে যাবে।আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, তারা জানে, ২০২৬ এ মথা আর সরকার থাকছে না। এটি ১০০ শতাংশ ঠিক হয়ে গেছে এবং সাধারণ মানুষ নিশ্চিত করে নিয়েছেন যে বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় বসতে চলেছে। মথার পায়ের নিচে জমি দ্রুত সরে যাচ্ছে। তাই হতাশা থেকে তারা এইসব করছে। জানুয়ারি পর্যন্তই জোট চলছে। তারপর এই ডিল (জোট) শেষ হয়ে যাবে। বিপিন দেববর্মা আরও জানিয়েছেন, স্বশাসিত জেলা পরিষদ এবং রাজ্যের সাধারণ এলাকায় একাই সংগঠন বৃদ্ধি করতে চলেছে বিজেপি দল। চলতি মাসের ১৩ তারিখে আগরতলায় প্রায় ৫,০০০ মানুষ বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন বলেও জানিয়েছেন তিনি। এর কিছুক্ষণ পরেই আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথা দলের পক্ষে দাবি করা হয়েছে, তিপ্রা মথা ছাড়া কেউ সরকার গড়তে পারবে না ত্রিপুরায়।হিংসাত্মক ঘটনার অভিযোগের জবাবে তিপ্রা মথার শীর্ষ নেতৃত্ব তথা রাজ্য মন্ত্রী বৃষকেতু দেববর্মা সকল হিংসার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন উপজাতি যুবা সম্প্রদায়ের হাতে বন্দুক নয়, কলম দেখতে চায় তার দল। মথার বিরুদ্ধে হিংসার অভিযোগগুলোকে সর্ব মিথ্যা বলেও খন্ডন করেছেন তিনি। সরকার থেকে তিপ্রা মথা সরে যাচ্ছে কিনা, এ বিষয়ে বৃষকেতু বলেছেন, আমরা এই বিষয়ে এখনো কোনো আলোচনা করিনি। আমাদের চুক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে করা হয়েছিল, তাই তার সাথে আলোচনা চালু আছে এবং ভবিষ্যতে আমাদের দাবি কিভাবে পূরণ করা যায়, সেই দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। পর্যটকদের জন্য বিরাট দুঃসংবাদ! বন্ধ হল দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী গ্লেনারিজ রেস্তোরাঁর পানশালা ২০২৬ এ বিজেপির ও মথার মধ্যে জোট শেষ হয়ে যাচ্ছে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, স্বশাসিত জেলা পরিষদ অঞ্চলে এই সকল বিষয়ে আমরা কোন সিদ্ধান্ত নিইনি। কাল পরশুর মধ্যে দলের সুপ্রিমো আসছেন এবং এ বিষয়ে তার সাথে আলোচনা করা হবে।উপজাতি স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া অবশ্য ২০২৩ এর বিধানসভা নির্বাচনে বিজেপির জয় তিপ্রা মথার জন্যই সম্ভব হয়েছে বলে দাবি করেছেন। ২০২৩ সালের নির্বাচনে তিপ্রা মথা দল ৪২ টি প্রার্থী দিয়েছে বলেই বিজেপি এখন সরকারে আছে মন্তব্য করেছেন পূর্ণ চন্দ্র জমাতিয়া। উল্লেখ্য, ২,০০০ এর নিচে ভোট ব্যবধানের জন্যে বিভিন্ন আসনে পরাজিত হয়েছিল প্রধান বিরোধীদল সিপিআইএম। এডিসি এলাকায় ২০২১ এর মত আগামী বছর আবারও আরও বেশি আসনে নিয়ে তিপ্রা মথা দল ক্ষমতায় আসছে বলেও দাবি করেছেন তিনি।২০২৬-এ আমরা আবারও ক্ষমতায় আসছি। গতবার আমরা ১৮ টি আসনে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছিলাম পরে হংস ত্রিপুরা এবং আরো অনেকে আমাদের দলে এসেছেন। এবার ন্যূনতম ২৫ থেকে ২৬ টি আসন নিয়ে এডিসিতে আমরা ক্ষমতায় আসছি আবার, বলেছেন পূর্ণচন্দ্র জমাতিয়া। এদিকে গোটা বিষয়টি নিয়ে বিজেপি এবং তিপ্রা মথা উভয় দলের মধ্যে গোড়া থেকেই যোগসাজস ছিল বলে অভিযোগ তুলেছে বিরোধী সিপিআইএম দল।আজ সন্ধ্যায় সামাজিক মাধ্যমে সিপিআইএম থেকে অভিযোগ করা হয় বিজেপি এবং তিপ্রা মথা দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের ছবি প্রকাশ্যে আনা এবং ভোটের সময় দিল্লিতে বোঝাপড়া করে একে অপরের মিলে সরকার গঠন করে ফেলার ফন্দি পুরনো।এডিসি এলাকায় মথার শাসনকালে রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদি মৌলিক সুবিধাগুলির বিস্তার অবনতি ঘটেছে বলেও জানিয়েছে সিপিআইএম দল। প্রসঙ্গত:, রাজ্যের দুই তৃতীয়াংশ অঞ্চল জুড়ে রয়েছে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জেলা পরিষদের এলাকা। তার মধ্যে ১৯টি উপজাতি সম্প্রদায়ের মানুষ থাকেন। রাজ্যের ৩৭ লক্ষ জনসংখ্যার মধ্যে এক তৃতীয়াংশই উপজাতি সম্প্রদায়ভুক্ত।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়লেন মাহফুজ ও আসিফ, অংশ নেবেন নির্বাচনে
অন্তর্বর্তী সরকারের একাধিক মন্ত্রকের দায়িত্বে ছিলেন মাহফুজ ও আসিফ।
দুর্গাপুজোর পর দিওয়ালি, আলোর উৎসবকে স্বীকৃতি দিল ইউনেসকো, উচ্ছ্বসিত মোদি
দিল্লিতে চলছে ইউনেসকোর ইন্টারগভার্নমেন্টাল কমিটির ২০তম সম্মেলন।
Murshidabad |দানবাক্সে কোটি টাকা, শিক্ষায় ভাঁড়ে মা ভবানী: মুসলিম সমাজের অগ্রাধিকার ঠিক করবে কে?
কলকাতাঃ মুর্শিদাবাদ (Murshidabad) জেলার রেজিনগর আজ এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ডাক দিয়েছেন ‘দ্বিতীয় বাবরি মসজিদ’ গড়ার। আর সেই ডাকে সাড়া দিয়ে আবেগের বাঁধ ভেঙেছে। মাত্র ৪৮ ঘণ্টায় দানবাক্স উপচে পড়েছে ২ কোটি ৮৫ লক্ষ টাকায়! কেউ হাতের বালা খুলে দিচ্ছেন, কেউ নিজের জমানো শেষ সম্বলটুকু তুলে দিচ্ছেন। দৃশ্যটি নিঃসন্দেহে আবেগমথিত। কিন্তু […] The post Murshidabad | দানবাক্সে কোটি টাকা, শিক্ষায় ভাঁড়ে মা ভবানী: মুসলিম সমাজের অগ্রাধিকার ঠিক করবে কে? appeared first on Uttarbanga Sambad .
‘কীসের সুপারস্টার?’শাহরুখ-সলমনকে নিয়ে ফের বিস্ফোরক পরিচালক অভিনব কাশ্যপ
দুই খানের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করে ফের চর্চায় অভিনব।
Skin Ageing |রোজকার কয়েকটি বদভ্যাসেই বুড়িয়ে যাচ্ছে ত্বক! বদলে ফেলুন আজই
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ যেন নিষ্প্রাণ। চোখের তলায় কালি। আয়নার সামনে দাঁড়িয়ে যেন নিজের মনেই প্রশ্ন, কেন এত ক্লান্ত? তার উত্তর রয়েছে আপনার কাছেই। কারণ, রোজকার কয়েকটি বদভ্যাসেই বুড়িয়ে যাচ্ছে ত্বক। ১) বাড়িতে থাকুন বা বাইরে সানস্ক্রিনকে অভ্যাসে পরিণত করুন। তাতেই ত্বক হয়ে উঠবে আরও সুন্দর। অল্প বয়সে ত্বক বুড়িয়ে যাওয়া রুখতে এসপিএফ ৩০ […] The post Skin Ageing | রোজকার কয়েকটি বদভ্যাসেই বুড়িয়ে যাচ্ছে ত্বক! বদলে ফেলুন আজই appeared first on Uttarbanga Sambad .
Sandeshkhali: ধাক্কা মেরেই পালিয়ে গেল ট্রাকচালক! জেলে বসেই খুনের ছক শাহজাহানের?
Sheikh Shahjahan: যা ঘিরে তুঙ্গে পারদ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ছোট ছেলে সত্যজিৎ ঘোষের। তারপর থেকেই ভয়াবহ দুর্ঘটনা চরিত্র বদলে হয়েছে 'খুনের ছক।' উঠেছে নানা অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য়ে উঠে এসেছে চাঞ্চল্যকর প্রসঙ্গ।
Humayun Kabir: আমাকে অপমান করে এখন চুল কোঁকড়াচ্ছে: হুমায়ুন
Humayun Kabir on TMC: সাম্প্রতিককালে হুমায়ুন ও তৃণমূলের সম্পর্কের জল গড়িয়েছে বহু দূর। কখনও তিনি বলেছেন, দল ছাড়ার কথা। কখনও বলেছেন, নতুন দল গড়ার কথা। অবশ্যই কোনওটাই এখনও হয়ে ওঠেনি। এই আবহেই ভরতপুরের বিধায়কের দাবি, হাত কামড়াচ্ছে তৃণমূল।
Sweden Crime: রোজ রোজ বোমাবাজি, ধর্ষণ! ‘নিরাপদ’ সুইডেন এখন আতঙ্কের আরেক নাম
আতঙ্কের আর এক নাম এখন সুইডেন। দেশের তৃতীয় বৃহত্তম শহর মালমো-য় আইনের শাসন নেই বলে অভিযোগ। অপরাধের নিরিখে নাকি স্ক্যানডেভিয়ান শহরটি এখন বাগদাদের মতোই ভয়ঙ্কর। অথচ, মিডিয়া বা সরকার- কেউ-ই সেকথা মানছে না। প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, অবৈধ অভিবাসীরা মালমো-সহ সুইডেনের বহু শহরের কার্যত দখল নিয়েছেন। রোজ রোজ দাঙ্গা, গ্যাং-ওয়ার, লুটপাট চলছে। পরিস্থিতি এমনই যে, একদা সুখের ঠিকানা সুইডেন ছেড়ে আজ পরিবার নিয়ে ইউরোপের অন্যত্র বা আমেরিকাতে-ও চলে যাচ্ছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ইলন মাস্ক নিজের এক্স- হ্যান্ডেলে-ও মার্কিন পর্যটকদের সুইডেনে বেড়াতে যাওয়া নিয়ে সতর্ক করেছেন।
BLO: নাম বাদ যাওয়ার আশঙ্কাতেই এই হামলা, অভিযোগ আক্রান্ত BLO মানব চন্দ্রের
ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। খড়দহ থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নাম বাদ দেওয়ার আশঙ্কাতেই হামলা চালানো হয়েছে তাঁর উপর। গতকালই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছিলেন, বিএলও-রা হুমকির মুখে আছেন।
Indigo Crisis: ইন্ডিগোর ক্ষতি ১,০০০ কোটি টাকা, ৮ দিনে প্রায় ৫,০০০ ফ্লাইট বাতিল, কবে মিটবে এই সংকট ?
Indigo Crisis: ইন্ডিগো এয়ারলাইন্সের পরপর ফ্লাইট বাতিলে বিধ্বস্ত দেশজুড়ে বিমান পরিষেবা। বাণিজ্য সংস্থা সিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, মাত্র কয়েক দিনের মধ্যেই ইন্ডিগোর আর্থিক ক্ষতি ছুঁয়েছে প্রায় ১,০০০ কোটি টাকা। তবুও ফ্লাইট বাতিলের ধাক্কা অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ী মহল। ১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৪,০০০–৫,০০০ এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে, যার প্রভাব পড়েছে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে। সাধারণত প্রতিদিন যেখানে প্রায় ১.৫ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন, সেখানে সংকটের কারণে যাত্রী সংখ্যা তীব্রভাবে কমে গিয়েছে। আরও পড়ুন- সুপরিকল্পিত ঠান্ডা মাথার ষড়যন্ত্র, শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর উপর 'হামলা'? সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল জানান, সাধারণ দিনে প্রায় ৫০,০০০ ব্যবসায়ী দিল্লিতে পৌঁছান ব্যবসায়িক কাজে। তবে টানা ফ্লাইট বাতিলের কারণে গত দশ দিনে দিল্লির প্রধান বাজারগুলিতে জনসমাগম অন্তত ২৫% কমেছে। এর ফলে বিক্রয় ও ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এদিকে প্রগতি ময়দান ও আনন্দ মণ্ডপে অটোমোবাইল, টেক্সটাইল, তাঁত ও গৃহসজ্জার প্রদর্শনীতে প্রত্যাশিত ভিড় না থাকায় আয়োজকরা পড়েছেন বড় সমস্যায়। বহু অংশগ্রহণকারী যাত্রা বাতিল করায় প্রদর্শনীগুলির ব্যবসায়িক সম্ভাবনায় ধাক্কা খেয়েছে। বড়দিন–নববর্ষের পর্যটন মৌসুমেও এর বিরূপ প্রভাব পড়েছে। মনোজ ট্রাভেলসের পরিচালক মনোজ খান্ডেলওয়াল বলেন, ফ্লাইট বাতিলের ফলে ছুটি, হোটেল বুকিং ও ট্যুর প্যাকেজে বড় মাপের ক্ষতি হচ্ছে। বহু পরিবার তাদের ভ্রমণ পরিকল্পনা স্থগিত বা বাতিল করছেন। আরও পড়ুন- চিকেন প্যাটিস বিক্রির 'অপরাধে' খাস কলকাতায় বিক্রেতাকে হেনস্থা, মারধর, ভিডিও ভাইরাল হতেই তোলপাড় হোটেল, রেস্তোরাঁ, পর্যটন, ইভেন্ট এবং গন্তব্য বিবাহ, সব ক্ষেত্রেই ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,০০০ কোটি। বহু বিবাহ অনুষ্ঠানে অতিথিরা সময়মতো পৌঁছাতে পারেননি, এমনকি কিছু ক্ষেত্রে বর-কনের পরিবারের সদস্যরাও অনুপস্থিত ছিলেন। ডিজিসিএ-র তথ্যে জানা গিয়েছে, নভেম্বর মাসে নির্ধারিত ৬৪,৩৪৬টি ফ্লাইটের মধ্যে মাত্র ৫৯,৪৩৮টি উড়তে পেরেছে। অর্থাৎ প্রায় ৪,৯০০টি ফ্লাইট বাতিল হয়েছে।ইন্ডিগো কর্তৃপক্ষ এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে কতটা সময় লাগবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। আরও পড়ুন- উৎসবের আমেজ! হাতে জাতীয় পতাকা, বাস ভাড়া করে হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদ দেখতে মানুষের ঢল
Malda: মাত্রা ৩০০ পার করছে, মালদহের গ্রামে-গঞ্জে কেন এত বিষ
Pollution in Bengal: অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এলাকায় অবৈধ মাটি খনন চলছে। মাফিয়াদের মদতে চলছে অবৈধ প্লাস্টিক কারখানা। অবৈধ ইটভাটা। নিয়মিত আগুন লাগছে প্লাস্টিক কারখানাগুলোতে। অবৈধভাবে জমানো রয়েছে স্তুপাকার প্লাস্টিক বা ক্যারিবাগ। আর তার থেকেই ছড়াচ্ছে বিষ।
প্রত্যাখ্যানের ভয় তাড়া করে প্রতি মুহূর্তে! কীভাবে বুঝবেন ‘অতিরিক্ত নিরাপত্তাহীনতা’য় ভুগছেন?
এই ধরণের আচরণ আপনিও করেন না তো?
তাঁর দলের লক্ষ্য কী হবে? স্পষ্ট করে দিলেন হুমায়ুন
তৃণমূল তাঁকে দল থেকে সাসপেন্ড করেছে। নিজের দল যে তিনি গড়ছেন, সেকথা ঘোষণা করেছেন। তাঁর দলের লক্ষ্য কী হবে? এবার সেকথা স্পষ্ট করে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়া যে তাঁর লক্ষ্য, সেকথা জানিয়ে দিলেন। সেজন্য অন্য দলের বিধায়কদের দলে আনতে চান না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাঁর দল যে প্রার্থী দেবে, সেকথাও জানিয়ে দিলেন। ধর্মনিরপেক্ষ দলগুলিকে পাশে নিয়ে সরকার গড়ার কথা বললেন। শুধু মুর্শিদাবাদ ও মালদহ নয়, রাজ্যজুড়ে তাঁর দল প্রার্থী দেবে বলেও জানিয়ে দিলেন। মোট ১৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন হুমায়ুন।
Explained: ইন্টারপোল কী? ইন্টারপোলের রেড-ব্লু নোটিসের তাৎপৰ্যই বা কী?
ইন্টারপোলের নোটিস হল আদতে এক ধরণের আন্তর্জাতিক অ্যালার্ট সিস্টেম। কোনও দেশের পুলিশ, ইন্টারপোলের কাছে কোনও অপরাধীকে চিহ্নিত করতে নোটিস জারির আর্জি জানায়। ইন্টারপোল-ও নিজের ১৯৭ সদস্য দেশগুলির পুলিশের কাছে ওই অপরাধীর যা যা তথ্য রয়েছে সব ভাগ করে নেওয়ার আর্জি জানায়। যাতে ওই অপরাধী সদস্য দেশগুলির মধ্যে কোনওটায় পালালে তাকে দ্রুত চিহ্নিত করতে সুবিধা হয়। এবার ওই অপরাধী কীরকম অপরাধ করে পালিয়েছে, বা তাকে কী কারণে পুলিশ গ্রেপ্তার করতে চায় তার উপর ইন্টারপোলের নোটিসের রঙ নির্ভর করে
Vaibhav Suryavanshi: ফের দেখা যাবে বৈভব ধামাকা, চাবকে ছাল তুলবেন পাকিস্তানের!
Vaibhav Suryavanshi: ভারতীয় ক্রিকেটের 'বিস্ময় বালক' বৈভব সূর্যবংশীকে ফের একবার টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) জার্সিতে দেখতে পাওয়া যাবে। বর্তমানে তিনি সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে খেলছেন। তাঁর ব্যাট থেকে বেশ কয়েকটি আক্রমণাত্মক ইনিংস দেখতে পাওয়া যায়। এবার এই টুর্নামেন্ট ছেড়ে তিনি এশিয়া কাপ খেলতে যাচ্ছেন। দুবাইয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এটা আসলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। Vaibhav Suryavanshi Century: ইতিহাস গড়লেন বৈভব, ইডেনে হাঁকালেন ধামাকাদার শতরান! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই আগামী ১২ ডিসেম্বর থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু হতে চলেছে। প্রথম দিনই ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নামবে। এই দিনই বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে নামবে। এরপর ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটি আগামী ১৪ ডিসেম্বর খেলা হবে। Vaibhav Suryavanshi: ৩ ম্য়াচে মাত্র ৩২ রান! একেবারে মুখ থুবড়ে পড়লেন বৈভব সূর্যবংশী হতে পারে অনূর্ধ্ব-১৯ ম্য়াচ, কিন্তু যখনই ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলা আয়োজন করা হয়, তখনই উত্তেজনার পারদ চরমে উঠতে শুরু করে। এবারও দুবাইয়ে তেমনই দৃশ্য দেখা যাবে বলে আশা করা হচ্ছে। আরব আমিরাত এবং পাকিস্তানের পর আগামী ১৬ ডিসেম্বর টিম ইন্ডিয়া খেলতে নামবে মালয়েশিয়ার বিরুদ্ধে। vaibhav Suryavanshi: ৪৬৬ রান, ৪৪ ছক্কা, ৩৬ চার - বৈভবের আগুনে ব্যাটিংয়ে তৈরি 'জ্বলন্ত' রেকর্ড দুর্দান্ত ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে বৈভব সূর্যবংশী বিহারের হয়ে খেলছেন। মহারাষ্ট্রের বিরুদ্ধে তিনি আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে অপরাজিত ১০৮ রান করেছে। এরপর গোয়ার বিরুদ্ধে তিনি ৪৬ রানের সংক্ষিপ্ত ইনিংস খেললেও, তা যথেষ্টই ধামাকাদার ছিল। যদিও হায়দরাবাদের বিরুদ্ধে তিনি মাত্র ১১ রান করেই আউট হয়ে যান। এখনও এই টুর্নামেন্ট শেষ হয়নি। তবে বৈভব ইতিমধ্যে দুবাই চলে গিয়েছেন।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার’, এসআইআর নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, সেই সময়ই নতুন গান বাঁধলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলীয় কর্মী সমর্থকদের মনোবলকে চাঙ্গা করতে বিজেপিকে কটাক্ষ করে গান বেঁধে হুংকার দিলেন ফের কলকাতার মসনদে বসবেন মমতাই। একুশের নির্বাচনের আগে […] The post Debangshu Bhattacharya | ‘যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার’, ছাব্বিশের আগে বিজেপি বিঁধে গান বাঁধলেন দেবাংশু appeared first on Uttarbanga Sambad .
Seikh Sahajahan: ভোলার উপর হঠাৎ কেন হামলা?
বিরোধীরা বিষয়টিকে মোটেও স্রেফ দুর্ঘটনা হিসাবে দেখছে না। বিজেপির পরিষ্কার বক্তব্য, পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা করা হয়েছে তাঁকে। এরপরই রাজনীতির অন্দরে ঘুরছে একটাই প্রশ্ন, আজ আদালতে ভোলা শাহজাহানের বিরুদ্ধে কোন-কোন মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন?
Nagrakata |মাছের মড়ক! ডুয়ার্সের নদীতে হঠাৎ ভেসে উঠল শয়ে শয়ে মৃত বোরোলি, পুঁটি….
নাগরাকাটা: বুধবার সাত সকালে নদীতে ভেসে উঠলো শয়ে শয়ে মৃত মাছ (Fish death due to poisoning)। কি নেই তাতে। বোরোলি, পুটি, বাণ, ঝিলা, দাড়াঙ্গি সহ আরো নানা প্রজাতি। সেই মরা মাছ সংগ্রহ করতে ভিড় জমালেন স্থানীয়রা। ঘটনাটি বানারহাট ও নাগরাকাটা (Nagrakata) এই দুই ব্লকের বুক চিরে চলে যাওয়া রাঙাতি নদীতে। বিষ প্রয়োগের কারণেই এমন ঘটনা […] The post Nagrakata | মাছের মড়ক! ডুয়ার্সের নদীতে হঠাৎ ভেসে উঠল শয়ে শয়ে মৃত বোরোলি, পুঁটি…. appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেবশ্রী রায় থেকে মিমি- একসময় তাঁকে ছাড়া চলতে পারতেন না টলিউডের (Tollywood) তাবড় নায়িকারা। কোন নায়িকাকে কী পোশাক পরলে মানাবে, নায়কের চুলের কায়দা কেমন হলে ভালো লাগবে, সবটাই নির্ভর করত ‘স্টাইলিস্ট’ সন্দীপ ঘোষালের (Tollywood Stylist Sandy) ভাবনার উপর। ইন্ডাস্ট্রি তাঁকে চেনে ‘স্যান্ডি’ নামে। টলিপাড়ায় এখন আনাগোনা কমেছে সেই স্যান্ডির। কী হয়েছে […] The post Tollywood Stylist Sandy | ব্রেন টিবি-তে আক্রান্ত টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের ‘স্টাইলিস্ট’! কেমন আছেন স্যান্ডি? appeared first on Uttarbanga Sambad .
Recipe |ফুলকপির কাটলেট! এক পদেই জমে ক্ষীর শীতকালীন সন্ধ্যে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হেঁশেলে ফুলকপির রাজত্ব! মাছ, ডিমের ঝোল থেকে শুরু করে সবজি সবেতেই এক নম্বরে ফুলকপি। তবে অনেকে এমনও রয়েছেন ফুলকপি থেকে শতহস্ত দূরে থাকেন। এক্ষেত্রে ভাপিয়ে নেওয়া ফুলকপি দিয়ে এমন একটি স্ন্যাকস রাঁধলে, শীতকালীন সন্ধে জমে ক্ষীর। ফুলকপির কাটলেট উপকরণ: ফুলকপি- ১ টি মাঝারি আকারের, আলু- ২টি (মাঝারি আকারের, সেদ্ধ করা), ধনে […] The post Recipe | ফুলকপির কাটলেট! এক পদেই জমে ক্ষীর শীতকালীন সন্ধ্যে appeared first on Uttarbanga Sambad .
বাংলাদেশ থেকে ফেরার ৫দিন পর বীরভূমের বাড়িতে সোনালি, স্বামীর অপেক্ষায় বধূ
শুক্রবার বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন সোনালি।
ইন্ডিগোর সিইও-কে তলব করল ডিজিসিএ, বৃহস্পতিতে নথি নিয়ে হাজিরার নির্দেশ
ইন্ডিগোর বিপর্যয়ের জেরে বিমান যাত্রীদের ভোগান্তি অব্যাহত।
Seikh Sahajahan: ভোলা ঘোষের বড় ছেলে যা বললেন দেখুন…
তিনি পরিষ্কার বলেছেন, জেল থেকেই শাহজাহান যোগাযোগ রেখেছেন ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ও মসলিম শেখের সঙ্গে। তাঁরাই মিলে এই ঘটনা ঘটিয়েছে। এরা এখন সন্দেশখালিতে র্যাকেট চালাচ্ছে বলে অভিযোগ তাঁর। যদিও, সম্পূর্ণটাই মিথ্যে বলে দাবি করেছেন মোসলেম শেখ। এখানেই শেষ নয়, ভোলার বড় ছেলে এও জানিয়েছেন ঘাতক লরির ড্রাইভার কে ছিলেন।
এবার আর লাগবে না Aadhaar ‘কার্ড’, QR Code দিয়েই হবে বাজিমাত!
UIDAI: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI-এর নতুন একটা নিয়ম এসেছে। আর সেই নিয়মের ফলে বিভিন্ন হোটেল, ইভেন্ট অর্গানাইজার সহ একাধিক সংস্থা আর আপনার আধার কার্ডের জেরক্স বা ফটোকপি চাইতে পারবে না। বদলে তাদের ইউআইডিএআই-এর অধীনে রেজিস্ট্রেশন করতে হবে।
বায়োমেট্রিক প্রোফাইলিংয়ের পথে উত্তরপ্রদেশ, অবৈধ অনুপ্রবেশ রুখতে যোগীর কড়া পদক্ষেপ
সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই এই পরিকল্পনা কার্যকর করা হবে।
Jalpaiguri |ভাঙা ক্লাসরুমে নেই পর্যাপ্ত বেঞ্চ
কৌশিক দাস, ক্রান্তি: প্রায় শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে জলপাইগুড়ির (Jalpaiguri) দেবীঝোরা বিএফপি প্রাথমিক বিদ্যালয় (Debijhora BFP Primary School)। এমন একটি স্কুলের পরিকাঠামো শিক্ষা প্রশাসনের উদ্যোগে দারুণভাবে বজায় থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু কোথায় কী? ভাঙা ক্লাসরুম, বেঞ্চের অভাব, পানীয় জলের সমস্যা, ডাইনিং শেড না থাকা থেকে শুরু করে কম সংখ্যক শিক্ষক… সমস্যার যেন শেষই নেই। একসময় এই […] The post Jalpaiguri | ভাঙা ক্লাসরুমে নেই পর্যাপ্ত বেঞ্চ appeared first on Uttarbanga Sambad .
Sand Mafia in South Dinajpur: নৌকা নয়, নদীতে চলছে ট্র্যাক্টর! কেন?
South Dinajpur: ঘটনা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের। বর্ষা বাদে আত্রেয়ী নদীতে জলস্তর মোটের উপর কমই থাকে। আর সেই সুযোগ নিয়েই নেমে পড়েছে বালি মাফিয়ারা। চলছে খনন। তাও আবার প্রকাশ্য দিবালোকে। কিন্তু আটকানোর কেউ নেই।
Gazol |ভুটভুটির ধাকায় প্রাণ হারাল ছোট্ট মিরাজ, শোকে পাথর বাবা-মা
গাজোল: দাদুর সঙ্গে মাঠ থেকে গোরু নিয়ে বাড়ি ফেরার পথে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বছর পাঁচেকের এক শিশুর (Child death)। ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গাজোলের করকচ গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর (Islampur) এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গাজোল থানার আইসি আশিষ কুন্ডু সহ পুলিশ বাহিনী। ঘাতক ভুটভুটিটিকে আটক করা হলেও, চালক পলাতক। […] The post Gazol | ভুটভুটির ধাকায় প্রাণ হারাল ছোট্ট মিরাজ, শোকে পাথর বাবা-মা appeared first on Uttarbanga Sambad .
Siliguri |শিলিগুড়িতে বাড়ছে শ্লীলতাহানি ও ইভটিজিংয়ের ঘটনা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩
শিলিগুড়িঃ শ্লীলতাহানী ও ইভটিজিং-এর ঘটনায় ফের প্রশ্নের মুখে শিলিগুড়ির পুলিশ। শেষ ২৪ ঘন্টায় শহরতলীতে এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানি ও দুটি ইভটিজিং-এর ঘটনা ঘটলো। যদিও প্রতিটি ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। কিন্তু তারপরেও প্রকাশ্যে ঘটনাগুলো ঘটায় আতঙ্ক তৈরি হয়েছে শহরের বাসিন্দাদের মধ্যে। মঙ্গলবার ভরদুপুরে এনজেপি থানার অন্তর্গত ভালোবাসা মোড় এলাকায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনা […] The post Siliguri | শিলিগুড়িতে বাড়ছে শ্লীলতাহানি ও ইভটিজিংয়ের ঘটনা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ appeared first on Uttarbanga Sambad .
Rajganj |জীবিকা সংকটে ছোট স্বর্ণ ব্যবসায়ীরা
রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ: গয়নাশিল্পের বাজারজুড়ে এখন যেন শুধুই পাদপ্রদীপের অন্ধকার! একসময় রাজগঞ্জের (Rajganj) সোনা-রুপোর অলংকারশিল্পী ও কারিগরদের কদর ছিল আকাশছোঁয়া। বাজার এলাকায় দিনরাত জ্বলত গ্যাসের বুনশেন বার্নার। বিয়ে বা উৎসবের মরশুম এলে স্যাকরার ঠুকঠাক বিরাম পেত না দু’দণ্ড। তবে সেসব এখন অতীত। রাজগঞ্জের পোস্ট অফিস মোড় থেকে বাবুপাড়া পর্যন্ত প্রায় ১০০ অলংকারশিল্পী কারবার করতেন। কিন্তু […] The post Rajganj | জীবিকা সংকটে ছোট স্বর্ণ ব্যবসায়ীরা appeared first on Uttarbanga Sambad .
১৩ বছর বাদে কলকাতায় রহমান, ‘নজরুল বিতর্ক’সরিয়ে সুরের মায়াজালে বাঁধবেন শহরবাসীকে
কবে, কোথায় কনসার্ট করবেন সুরসম্রাট?
Bangladesh Football : আরও একবার ফুটবল ময়দানে মাথা হেঁট হল বাংলাদেশের। সম্প্রতি লাতিন-বাংলা সুপার কাপে খেলতে নেমেছিল আর্জেন্টিনা এবং বাংলাদেশ (Bangladesh vs Argentina)। এই ম্য়াচ চলাকালীন এহসান হাবিব রিদওয়ান নামে বাংলাদেশের এক ফুটবলার ন্যক্কারজনক আচরণ করেছেন। খেলার শেষে আর্জেন্টিনার এক ফুটবলারকে মাটিতে ফেলে তিনি বেধড়ক লাথি মারতে শুরু করেন। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। Bangladesh Players IPL list: IPL-এর নিলামে বাংলাদেশিদের রমরমা, তালিকায় কারা? দেখে চমকে যাবেন অবশেষে এই ব্যাপারে মুখ খুলেছেন রিদওয়ান। তিনি বলেন, গতকাল আর্জেন্টিনার বিরুদ্ধে যে আচরণ আমি করেছি, তা একেবারেই অনাকাঙ্খিত ছিল। এই ঘটনায় বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা যারপরনাই হতাশ হয়েছেন। মাঠের হিট মোমেন্টে আমি নিজের আবেগ ধরে রাখতে পারিনি। Bangladesh Cricket: হজম হল না অবসর, ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত সোমবার বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্স এবং আর্জেন্টিনার ক্লাব অ্যাটলেটিকো চার্লোনের মধ্যে একটি ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচটি শেষপর্যন্ত ১-১ গোলে ড্র হয়। তবে খেলা চলাকালীন এই ম্য়াচে দুই দলের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে শুরু করে। সেকারণে রেফারি ২ ফুটবলারকে লাল কার্ড দেখাতেও বাধ্য হন। Bangladesh detention case: সুপ্রিম হস্তক্ষেপে বাংলাদেশ থেকে ভারতে সোনালী ও তাঁর সন্তান, পরিবারের বাকিরা কোথায়? কী হয়েছিল ঘটনাটি? সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে যে আর্জেন্টিনার এক ফুটবলারকে নির্মমভাবে লাথি মারছেন। পাশাপাশি অপর এক ফুটবলারের মাথাতেও আঘাত করেছেন তিনি। এই ঘটনায় নেট পাড়ায় সমালোচনার ঝড় উঠতে শুরু করে। আর এই সমালোচনার পরই কিছুটা পিছু হটলেন রিদওয়ান। Bangladesh Cricket Team: মিইয়ে গেল বাঘের গর্জন, সবচেয়ে বড় 'অঘটন' বাংলাদেশে! রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্স দলের এই ডিফেন্ডার বললেন, 'এই ঘটনার পর আর্জেন্টিনার ফুটবল কোচ এবং ওই খেলোয়াড়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। ওরাই বলেছে যে এটা পার্ট অফ গেম। আর্জেন্টিনার ফুটবলারদের এই উদার মানসিকতার জন্য আমি ধন্য়বাদ জানাতে চাই।' প্রসঙ্গত, এহসান হাবিব রিদওয়ান বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের একজন উঠতি ফুটবলার। সম্প্রতি, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে তিনি খেলতে নেমেছিলেন।
অপরিচিত মোবাইল নম্বর থেকে প্রাণনাশের হুমকি মেসেজ, পুলিশের দ্বারস্থ নৈহাটির বিধায়ক
ওই মেসেজ পেয়ে উদ্বিগ্ন নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে।
Kaliaganj |মাঙ্কি ক্যাপ, ঠান্ডা মোকাবিলায় কাজ করে বর্মের মতো
অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: সিনেমা বা সিরিজে পৌরাণিক আমলের যুদ্ধ তো নিশ্চয়ই সকলেই দেখেছেন। সেখানে একটা জিনিস প্রায় সবক্ষেত্রেই দেখা যায়, আর সেটা হল বর্ম। যুদ্ধক্ষেত্রে নিজের মাথা বাঁচাতে প্রায় সমস্ত সৈন্যই ওই জিনিস ব্যবহার করে থাকেন। এর কোনও ঐতিহাসিক ভিত্তি রয়েছে কি না, সেই নিয়ে তর্ক থাকতে পারে। কিন্তু শীতের সঙ্গে লড়াইয়ে কার্যত এরকমই এক […] The post Kaliaganj | মাঙ্কি ক্যাপ, ঠান্ডা মোকাবিলায় কাজ করে বর্মের মতো appeared first on Uttarbanga Sambad .
Murshidabad: কখনও পুকুর পাড়, কখনও বা বাঁশ বাগান! মুর্শিদাবাদে বোমার পাহাড়
Murshidabad Bomb: রানিতলা থানার অন্তর্গত এলাকার একটি পুকুর পাড় থেকে উদ্ধার হয়েছে ৩০টি সকেট বোমা। অন্যদিকে, ডোমকল থানা সংলগ্ন এলাকায় রাস্তার পাশের একটি বাঁশ বাগান থেকে উদ্ধার হয়েছে ২৫টি সকেট বোমা। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Dakshin Dinajpur University |স্ট্যাটিউট নিয়ে একজোট, নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে নেই অনুমোদন
সুবীর মহন্ত, বালুরঘাট: স্ট্যাটিউট অনুমোদন পেতে এবার জোট বাঁধছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি। প্রায় সাত বছর আগে ঘোষণা হলেও রাজ্যের নতুন বিশ্ববিদ্যালয়গুলি স্ট্যাটিউট অনুমোদন পায়নি এখনও। ফাইল আটকে রয়েছে রাজ্যপাল তথা আচার্যের কাছে। এমন পরিস্থিতিতে নতুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একযোগে উচ্চশিক্ষা দপ্তরে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার কলকাতার ভাষাবিজ্ঞানকেন্দ্রের একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। […] The post Dakshin Dinajpur University | স্ট্যাটিউট নিয়ে একজোট, নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে নেই অনুমোদন appeared first on Uttarbanga Sambad .
Sandeshkhali case |‘শাহজাহান জেলে বসে করিয়েছি,’বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহান শেখের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে যাওয়ার পথে ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়। এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Leader Shuvendu Adhikari)। রীতিমতো সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার জন্য দায় চাপালেন শাহজাহানের ওপর। তাঁর সাফ কথা, ‘এটা […] The post Sandeshkhali case | ‘শাহজাহান জেলে বসে করিয়েছি,’ বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর appeared first on Uttarbanga Sambad .
Dhupguri Fish Death: বোয়াল-আড়ের মতো লক্ষ-লক্ষ মাছ মরে ভেসে উঠছে নদীতে, কী হচ্ছে বাংলায়?
Jalpaiguri: এলাকাবাসীর অনুমান, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। নয়ত তাঁরা অন্য নদীতেও একইভাবে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলবে। এ ঘটনাকে নিন্দা জানিয়ে সরব হয়েছেন পরিবেশপ্রেমীরাও। তাঁদের দাবি, নদী রক্ষায় কড়া নজরদারি ও প্রশাসনের জরুরি পদক্ষেপ করা প্রয়োজন
Balurghat |ধুলোয় ঢাকা রাস্তায় বাড়ছে অস্বস্তি
পঙ্কজ মহন্ত, বালুরঘাট: ধান কাটার মরশুম প্রায় শেষ পর্যায়ে। মাঠের সোনালি ধান ঘরে তোলার তোড়জোড়ে ব্যস্ত কৃষক। কিন্তু ধান ঘরে নিয়ে যাওয়ার গাড়ির কাদায় বালুরঘাটের (Balurghat) বিস্তীর্ণ গ্রামীণ সড়ক বেহাল হয়ে পড়ায়, দুশ্চিন্তায় সাধারণ মানুষ। শেষ মুহূর্তের বৃষ্টিতে জমে যাওয়া মাঠের জল এখনও শুকোয়নি। ফলে কাদা মাখা ট্র্যাক্টরের চাকা যখন পাকা সড়কে উঠছে, তখন সেই […] The post Balurghat | ধুলোয় ঢাকা রাস্তায় বাড়ছে অস্বস্তি appeared first on Uttarbanga Sambad .
Cheating: বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে গায়েব ৯০ লক্ষ টাকা, পুলিশ তদন্তে নামতেই সামনে এল বিস্ফোরক তথ্য
Youth arrested for cheating: বৃদ্ধা সুরজকে বিশ্বাস করে তাঁর ব্য়াঙ্কের সমস্ত তথ্য দেন। এরপর সুরজ যে ব্যাঙ্কে কাজ করেন, সেখানে বৃদ্ধার অ্যাকাউন্ট ট্রান্সফার করান। তারপরই ধাপে ধাপে বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ৯০ লক্ষ টাকা। তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিলাসবহুল গাড়ি কেনেন ধৃত সুরজ।
Sheikh Hasina: অসুস্থ খালেদা জিয়া! শুনতেই হাসিনা বললেন…
Sheikh Hasina on Khaleda Zia Health: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আপাতত অনিশ্চিত। তাঁর শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে এয়ার অ্য়াম্বুল্যান্সেও নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই এই কথা মাথায় রেখে ঢাকাতেই তাঁর চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তব্য়রত মেডিক্য়াল টিম।
সেলিব্রিটি ফেশিয়ালিস্ট সোনিয়া ডাকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
বাঘ দেখতে সুন্দরবনের নিষিদ্ধ খালে পর্যটকদের বোট, উদ্বিগ্ন বনদপ্তর
জঙ্গলের নিয়ম ভাঙার অপরাধে জরিমানা করেও হুঁশ ফেরানো যাচ্ছে না বোট চালকদের।
Jalpaiguri |ব্রেইল ছাপাখানা নেই, সমস্যায় দৃষ্টিহীনরা
সুভাষচন্দ্র বসু, বেলাকোবা: উত্তরবঙ্গে দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য স্কুল-কলেজে পড়ার ব্যবস্থা থাকলেও ব্রেইল ছাপাখানা না থাকায় সেই বই সহজলভ্য হচ্ছে না। যেকারণে ভুগতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষ সহ ছাত্রছাত্রী, অভিভাবকদের। এছাড়া অন্য দৃষ্টিহীন জ্ঞানপিপাসু ব্যক্তিদেরও একই সমস্যা। তাই সকলের দাবি, উত্তরবঙ্গে ব্রেইল ছাপাখানা তৈরি হোক। উত্তর-পূর্ব ভারতের মধ্যে শুধু কলকাতার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিতে একটি […] The post Jalpaiguri | ব্রেইল ছাপাখানা নেই, সমস্যায় দৃষ্টিহীনরা appeared first on Uttarbanga Sambad .
‘তৈরি থেকো…’, ভারতে পা দিয়েই কপিল শর্মাকে ‘হুঁশিয়ারি’প্রিয়াঙ্কা চোপড়ার, কেন?
'দেশি গার্ল'-এর ভয়ে 'জুজু' দেখছে কপিল!
Oman Jaguar: ওমান থেকে ভারতে এল ২০ ‘বুড়ো’ জাগুয়ার, কী কাজে লাগাবে বায়ুসেনা?
Indian Air Force: প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বায়ুসেনার এই পদক্ষেপ আসলে একটা সঙ্কটেরই ইঙ্গিত দেয়। বর্তমানে ভারতের যুদ্ধবিমানের স্কোয়াড্রন সংখ্যা মাত্র ৩০, অথচ প্রয়োজন রয়েছে ৪০। নতুন রাফাল বা দেশীয় তেজস বিমান আসায় দেরি হচ্ছে। প্রায় ২০০টি তেজসের অর্ডার দেওয়া হলেও, সেগুলি আসতে এখনও সময় নেবে।
100 Days Work: বাংলার কপালে বরাদ্দ শূন্য, শেষ পর্যন্ত মানল কেন্দ্র?
Central Government: সাম্প্রতিককালে একাধিকবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। রাস্তায় আছড়ে পড়েছে বিক্ষোভ। একদিন আগে কোচবিহারের সভা থেকেও সুর চড়িয়েছিলেন মমতা। একইসঙ্গে কোন পথে বাংলা স্বনির্ভর হচ্ছে সেই পথও দেখান। তোপের পর তোপ দেগেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিমানসংস্থা ইন্ডিগোর অব্যবস্থার কারণে বিমান বিভ্রাটে জেরবার যাত্রীরা। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অন্যান্য বিমানসংস্থাগুলি বাড়িয়ে দিয়েছে ভাড়া। এই বিপর্যয়ে অন্য বিমান সংস্থাগুলি ৪০ হাজার টাকা পর্যন্ত ভাড়া বাড়ায়। ভাড়া বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ না থাকায় উদ্বেগপ্রকাশ করে দিল্লি হাই কোর্ট। বুধবার কেন্দ্রের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলল দিল্লি হাইকোর্ট। দিনে গড়ে ২২০০টি […] The post Delhi High Court | যাত্রী হেনস্তা নিয়ে উদ্বেগ দিল্লি হাইকোর্টের! ইন্ডিগোর বিপর্যয়ে বিমানের ভাড়া বৃদ্ধি নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্র appeared first on Uttarbanga Sambad .
SIR আবহে নদিয়ার শান্তিপুর থেকে বস্তাভর্তি ভোটার কার্ড উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য
Voter Card: স্থানীয় বাসিন্দারা বলছেন চারশো থেকে পাঁচশো ভোটার কার্ড থাকতে পারে। তারমধ্যে আবার অনেকই উত্তর চব্বিশ পরগনার। ইতিমধ্যেই সেগুলিকে নিয়ে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি-তৃণমূলের মধ্যে শুরু হয়েছে তরজা।
SIR: নাম বাদ যাওয়ার আশঙ্কাতেই এই হামলা, অভিযোগ আক্রান্ত BLO মানব চন্দ্রের
Khardha: উত্তর ২৪ পরগনার খড়দহে এক বিএলও-র বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই বিএলও-র বাড়িতে ইট ছোড়া হয়। দরজায় লাথি মেরে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত মানব চন্দ্র নামে ওই বিএলও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। খড়দহ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
Hooghly: আনন্দমঠ থেকে কৃষ্ণকান্তের উইল লিখেছিলেন এখানে বসেই, বঙ্কিমের সেই বাড়ির এ কী হাল
Hooghly: ১৮৭৬ সালে নৈহাটির কাঁঠালপাড়া থেকে চুঁচুড়ায় এসেছিলেন বঙ্কিমচন্দ্র। হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগ দেন। জোরাঘাটের বাড়িতে থাকতেন। সেখানেই চলত সাহিত্য চর্চা। স্থানীয় ইতিহাস ও সাহিত্য থেকে জানা যায়, জোরাঘাটের এই বাড়িতেই আনন্দ মঠের মন্ত্র 'বন্দেমাতরম' লেখা হয়েছিল। আবার কারও কারও মতে বন্দেমাতরমের সুর দেওয়া হয়েছিল এই ভবনে।
SIR: বাংলায় ৭ পুরুষের বাস হয়েও ভোটার তালিকায় কাটা নাম, কমিশনে জানিয়েও সুরাহা হয়নি
SIR In WB: এখানকার বাসিন্দা রবীন্দ্রনাথ মন্ডল বাবার নাম কেশব মন্ডল । এখানে তাদের সাত পুরুষের বসবাস । বাপ ঠাকুরদার আমল থেকে এখানে তাঁদের বসবাস এবং ভারতীয় নাগরিকত্বের সমস্ত রকম নথি তাঁদের আছে । ২০০২ সালে এখানকারই ১০৮ নাম্বার বুথের ভোটার ছিলেন তাঁরা। পরবর্তীতে ১০৮ নম্বর বুধটাই নম্বর পরিবর্তন হয়ে ১৩৬ নম্বর বুথ হয় ।

13 C