‘যাঁদের খেলাধুলোর সঙ্গে কোনও সম্পর্ক নেই…’, ঘুরিয়ে ফের গোয়েঙ্কাকে কটাক্ষ রাহুলের!
আইপিএলের অধিনায়ক হওয়া আন্তর্জাতিক ক্রিকেটের থেকে বেশি ক্লান্তিকর, মত রাহুলের।
Karnataka zoo |কর্ণাটকের চিড়িয়াখানায় তিন দিনে ৩১টি কৃষ্ণসারের মৃত্যু
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কর্ণাটকের বেলাগাভির একটি চিড়িয়াখানায় গত তিন দিনে মোট ৩১টি কৃষ্ণসার হরিণের মৃত্যু হয়েছে। ঘটনাটি কিত্তুর রানি চেন্নাম্মা মিনি চিড়িয়াখানার। এনিয়ে চিড়িয়াখানা প্রশ্ন উঠছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভূমিকায়। ওই চিড়িয়াখানায় ৩৮টি কৃষ্ণসার হরিণ ছিল। ১৩ নভেম্বর ৮টি মারা যায়। পরের দিন আরও ২০টি এবং সোমবার সকালে আরও একটি হরিণের মৃত্যু হয়েছে। অর্থাৎ […] The post Karnataka zoo | কর্ণাটকের চিড়িয়াখানায় তিন দিনে ৩১টি কৃষ্ণসারের মৃত্যু appeared first on Uttarbanga Sambad .
চালকের পাশের আসনেই মিরাকেল, সৌদির অভিশপ্ত বাসে একমাত্র জীবিত হায়দরাবাদের শোয়েব
প্রাণে বাঁচলেও অক্ষত নন শোয়েব, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
Bangladesh Sheikh Hasina verdict: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ঘোষিত রায়ে ট্রাইব্যুনাল জানায়, ২০২৪ সালের ছাত্র বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডে শেখ হাসিনা ছিলেন “মাস্টার মাইন্ড”। আদালত হাসিনাকে হত্যার প্ররোচনা, নির্দেশ এবং হিংসা রোধে ব্যর্থ হওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে। আরও পড়ুন- শেখ হাসিনার ফাঁসির সাজা, রায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একই মামলায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ১২টি হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তৃতীয় আসামি, প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হলে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। রায়ের পর আদালত কক্ষে উপস্থিত সকলেই আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান বলেন, “জুলাই বিপ্লবের শহিদরা ন্যায়বিচার পেয়েছে, দেশও ন্যায়বিচার পেল।” আদালত নির্দেশ দিয়েছে শেখ হাসিনার বাংলাদেশে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার। উল্লেখ হাসিনা গত ১৫ মাস ধরে ভারতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। আরও পড়ুন- কবে শপথ নীতীশের? সামনে এল চূড়ান্ত দিনক্ষণ, সম্পত্তি পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে শেখ হাসিনা ও সহযোগীদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল। আদালত হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনার জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলে জানিয়েছে আদালত। আদালত আরও দাবি করেছে যে শেখ হাসিনা হিংসাকে উস্কে দিয়েছিলেন যার ফলে পড়ুয়াদের মৃত্যু হয়েছিল। বাংলাদেশের একজন ট্রাইব্যুনাল বিচারক বলেছেন যে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভে প্রায় ১,৪০০ জন নিহত এবং ২,৪০০ জন আহত হন। এদিকে, আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বলেন, তিনি আগে থেকেই জানতেন যে তার মায়ের মৃত্যুদণ্ড হতে পারে। তিনি দাবি করেন, হাসিনা ভারতে নিরাপদে আছেন এবং ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি তাকে সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে। ওয়াজেদ আরও বলেন, শেখ হাসিনা পাঁচবার প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশে তার ব্যাপক জনসমর্থন আছে। আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহৎ দল হওয়ায় এই রায় তারা সহজভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। আরও পড়ুন- কলকাতায় ফের টাকার পাহাড়! কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা বাজেয়াপ্ত ঘিরে তুমুল চাঞ্চল্য
SSC: করুণাময়ীতে মিছিল, ক্ষোভ ‘বঞ্চিত’ নবাগত শিক্ষক পদপ্রার্থীদের
SSC: ন-সার্ভিস শিক্ষকেরা অভিজ্ঞতার নম্বরের জোরে বাড়তি দশ নম্বর পেয়েছে। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছেন নবাগতরা। চাকুরীপ্রার্থীদের বক্তব্য, তিন ঘণ্টার মধ্যে মন্ত্রিসভার বৈঠক ও ভেরিফিকেশনের নতুন তালিকা ৮ টার মধ্যে প্রস্তুত করতে হবে, ১০ নম্বর বাদ দিতে হবে কমিশনকে।
SIR আতঙ্কে বাংলা ছাড়ার হিড়িক! হাকিমপুর সীমান্ত থেকে দলেদলে বাংলাদেশের পথে অনুপ্রবেশকারীরা
প্রতিদিনই একটু একটু করে ফাঁকা হচ্ছে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বস্তি।
Sheikh Hasina: বাংলাদেশে রাজনৈতিক ভূকম্পন! কোন কোন অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ?
Bangladesh ICT verdict: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ (ICT-1)। সোমবার দুপুরে ৪৫৩ পৃষ্ঠার রায়ের অংশ পড়ে শোনান ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মোর্তুজা মজুমদার। রায়ের ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে। ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–জনতার বিক্ষোভ দমাতে প্রাণঘাতী হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে— ১) বিচার প্রক্রিয়া ব্যাহত করা, ২) হত্যার নির্দেশ প্রদান, ৩) এবং সহিংসতা থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া। আরও পড়ুন- Sheikh Hasina Verdict Live: শেখ হাসিনার ফাঁসির সাজা, রায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়, ঢাকার বিক্ষোভকারীদের ওপর হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এছাড়া আহতদের ভুল নামে হাসপাতালে ভর্তি করানো, গুলির আঘাত লুকানো এবং পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তনের জন্য চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল—এমন প্রমাণও আদালতে পেশ করা হয়। আবু সায়েদের ময়নাতদন্ত রিপোর্ট বদলানোর জন্য এক চিকিৎসককে হুমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয় রায়ে। আরও পড়ুন- Weekend trips: কলকাতার এত কাছে এ যেন স্বর্গ! কোলাহলহীন পাহাড়ি প্রান্তের অপার্থিব নীরবতায় মুন্ত্রমুগ্ধকর স্বস্তি! সহ–অভিযুক্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তবে প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় তাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও পড়ুন- West Bengal News Live Updates: কলকাতায় ফের টাকার পাহাড়! কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা বাজেয়াপ্ত ঘিরে তুমুল চাঞ্চল্য রায় ঘোষণার পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, “এই রায় আগে থেকেই সাজানো ছিল। দলের কর্মী–সমর্থকদের ওপর যেভাবে হামলা চালানো হয়েছিল, তার কোনও ন্যায়বিচার হয়নি। পুরো প্রক্রিয়াটাই মানবাধিকারের পরিপন্থী।” তাঁর অভিযোগ, ১৯৭১–পরবর্তী আইনের অপপ্রয়োগ করা হয়েছে, আর “রাজাকারদের যে ধারায় বিচার হয়, সেই একই ধারা প্রয়োগ করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে।” আরও পড়ুন- SIR ফর্ম পূরণের সময় ভুল করেছেন? পেন-পেন্সিল দিয়ে কেটেছেন? 'দুর্ভোগ' এড়াতে পড়ুন এই খবর! এদিকে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই ঐতিহাসিক রায়কে ঘিরে। অনেকের মতে, বাংলাদেশের রাজনীতিতে এই রায় নতুন অস্থিরতার জন্ম দিতে পারে।
‘ইউনুস সরকারের খুনি মানসিকতার প্রমাণ’, ফাঁসির সাজা পেয়ে ট্রাইবুনালকে তুলোধোনা হাসিনার
জনমত না থাকা এক সরকারের নেতৃত্বে এই ট্রাইবুনাল কাজ করেছে, বলছেন হাসিনা।
Buxa |ভুটানের মাস্ক ডান্স আসছে ডুকপা উৎসবে, বক্সায় আমন্ত্রিত ১০ রাজ্যের বিশেষজ্ঞরা
অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: ভুটানের ‘মাস্ক ডান্স’ দেখেছেন কখনও? পড়শি দেশের সেই ঐতিহ্যের ঝলক এবার দেখা যাবে ডুয়ার্সে। সৌজন্যে ডুকপা লিভিং হেরিটেজ ফেস্টিভাল। বক্সা (Buxa) পাহাড়ে এবছর উৎসবের দ্বিতীয় বর্ষ। উৎসব কমিটির সহ কোষাধ্যক্ষ তেন্ডু ডুকপা বলেন, ‘ভুটানের শিল্পীদের সঙ্গে আলোচনা হয়েছে। এবছর উৎসবে আমার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করব। তাঁর মধ্যে অন্যতম আকর্ষণ থাকবে ভুটানের মাস্ক […] The post Buxa | ভুটানের মাস্ক ডান্স আসছে ডুকপা উৎসবে, বক্সায় আমন্ত্রিত ১০ রাজ্যের বিশেষজ্ঞরা appeared first on Uttarbanga Sambad .
Dalkhola Municipality |ডালখোলায় ডামাডোল, কালিয়াগঞ্জে শঙ্কা, চেয়ারম্যান বদল ঘিরে তৃণমূলে অস্থিরতা
ডালখোলা: উত্তর দিনাজপুরের ডালখোলা ও কালিয়াগঞ্জ- দুই পুরসভায় নতুন চেয়ারম্যান নিয়োগকে ঘিরে চরম অস্থিরতা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কাউন্সিলারদের ক্ষোভ ও বিদ্রোহ- আশঙ্কায় দুই শহরেই চাপ বাড়ছে শাসকদলের ওপর। ডালখোলায় নতুন চেয়ারম্যান পদে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুজনা দাসের নাম ঘোষণা হতেই তাঁকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে ১১ জন কাউন্সিলার বিদ্রোহ ঘোষণা […] The post Dalkhola Municipality | ডালখোলায় ডামাডোল, কালিয়াগঞ্জে শঙ্কা, চেয়ারম্যান বদল ঘিরে তৃণমূলে অস্থিরতা appeared first on Uttarbanga Sambad .
পিছন থেকে জড়িয়ে হঠাৎ চুমু, নজরে হুমা কুরাশির খুল্লমখুল্লা প্রেম!
সম্প্রতি মুম্বইয়ে কনসার্ট করলেন বলিউডের জনপ্রিয় গায়ক, সঙ্গীত পরিচালক এবং অভিনেতা হিমেশ রেশমিয়া। সেই কনসার্ট দেখতে প্রেমিক রচিতকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন হুমা কুরেশি। আর সেখানেই ঘটল প্রেমপর্ব। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই প্রেমপর্বের ভিডিয়ো।
SIR-এর জেরে অবৈধ অভিবাসীদের বাংলা ছাড়ার দৃশ্য বলে ছড়াল বাংলাদেশের ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের মোংলার।
সাতসকালে নিউটাউনে গাড়ি আটকে উদ্ধার নগদ ৫ কোটি! এসটিএফের হাতে গ্রেপ্তার ২
বীরভূম থেকে আসা একটি স্করপিও আটক করা হয়।
অনবদ্য ফাজিলা-শিলকিরা, ইরানের চ্যাম্পিয়ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ইস্টবেঙ্গলের
ইরানের ঘরোয়া লিগে ১১ বারের চ্যাম্পিয়ন দল বাম খাতুন এফসি।
East Bengal FC: জ্বলে উঠল লাল-হলুদ মশাল, জয় দিয়ে AFC অভিযান শুরু ইস্টবেঙ্গলের
East Bengal FC: এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে (AFC Womens Champions League 2025) শুরুটা বেশ ধামাকাদার করল ইস্টবেঙ্গল ফুটবল দল। সোমবার (১৭ নভেম্বর) তারা চিনের উহানে বাম খাতুন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। শেষপর্যন্ত এই ম্য়াচে তারা ৩-১ গোলে জয়লাভ করেছে। ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেছেন সিল্কি দেবী হেমাম, ফাজিলা ইকওয়াপুট এবং রেস্টি নানজ়িরি। অন্যদিকে, বাম খাতুনের হয়ে একমাত্র গোলটি করেছেন মোনা হামৌদি। তবে গোটা ম্য়াচ জুড়েই যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। East Bengal FC News: চরম অন্ধকারে ISL ভবিষ্যৎ, বুক ফাটছে ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারের! ইস্টবেঙ্গলের প্রথম গোল এই ম্য়াচে শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট ছিল চোখে পড়ার মতো। খেলার শুরুর চতুর্থ মিনিটেই মশালবাহিনীকে এগিয়ে দেন সিল্কি দেবী। ফাজিলা ইকওয়াপুটের একটি শট প্রাথমিকভাবে আটকে দিয়েছিলেন বাম খাতুনের ডিফেন্ডার। কিন্তু, ফিরে আসা সেই বলটা আচমকাই চলে আসে সিল্কি দেবীর কাছে। সিল্কি একটি দুরপাল্লার শট হাঁকান। আর সেইসঙ্গে ইস্টবেঙ্গলের স্বপ্নের দৌড় শুরু হয়ে যায়। প্রথম গোলের পরই লাল-হলুদ ফুটবলাররা উচ্ছ্বাসে ফেটে পড়েন। East Bengal FC New Footballer: ইস্টবেঙ্গলে যোগ দিলেন UEFA কাঁপানো ফুটবলার! আনন্দে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা ব্যবধান বাড়ালেন ফাজ়িলা প্রথমবার গোলের প্রচেষ্টা ব্যর্থ হলেও, ৩২ মিনিটে নিজের স্বপ্নপূরণ করলেন লাল-হলুদের তারকা ফুটবলার ফাজ়িলা ইকওয়াপুট। মাঝমাঠে অসাধারণ একটা মুভ দেখতে পাওয়া গেল। নিজের জন্য একটু জায়গা তৈরি করে নিলেন ফাজ়িলা। এরপর একটা নীচু শটে বলটা বিপক্ষের জালে জড়িয়ে দিলেন। বাম খাতুন গোলকিপারের কাছে কার্যত কিছুই করার ছিল না। সেইসঙ্গে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। East Bengal FC News: কোন অঙ্কে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল? বুঝে নিন জটিল অঙ্ক একমাত্র গোল বাম খাতুনের অনেকেই মনে করেছিল, প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েই হয়ত মাঠ ছাড়বে মশাল গার্লসরা। কিন্তু, সেই প্রত্যাশা পূরণ হল না। কিন্তু, একেবারে শেষবেলায় বাম খাতুন এক গোলের ব্যবধান কমাতে পারল। আসলে, বক্সের মধ্যে ইস্টবেঙ্গলের একজন ফুটবলার হ্যান্ডবল করে ফেলেন। পেনাল্টি শট মারতে আসেন মোনা হামৌদি। তিনি ঠান্ডা মাথায় স্পট কিক থেকে পান্থোইকে পরাস্ত করলেন। এই পরিস্থিতিতে দ্বিতীয়ার্ধের খেলা যে আরও জমে উঠবে, তেমনটা আশা করাই হয়েছিল। Mohun Bagan Super Giant vs East Bengal FC Highlights Football Score, Super Cup 2025: বিদায় মোহনবাগানের, সেমিফাইনালে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের হয়ে শেষ গোলটি করলেন নানজ়িরি শেষবেলায় অসাধারণ প্রতিভার পরিচয় দিলেন রেস্টি নানজ়িরি। বক্সের ঠিক বাইরে বলটা পেয়েছিলেন তিনি। এরপর আত্মবিশ্বাসের সঙ্গে তিনি সামনের দিকে এগিয়ে যান। অবশেষে তাঁর পা থেকে বেরিয়ে আসে কামান গোলার মতো একটি দুর্ধর্ষ শট। কার্যত দর্শকের মতোই দাঁড়িয়ে থাকলেন বাম খাতুনের গোলকিপার। কার্যত একক দক্ষতায় একেবারে মোক্ষম মুহূর্তে তিনি লাল-হলুদ ব্রিগেডের ব্যবধান বাড়িয়ে দিলেন।
ট্রেলার মুক্তিতে যান্ত্রিক ত্রুটি, ‘হনুমানজি এভাবে দিশা দেখান?’, ব্যঙ্গ করে বিতর্কে রাজামৌলি
অবিলম্বে দক্ষিণী পরিচালককে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনরা।
অপরিণত শিশুর বিশেষ যত্ন নেবেন কীভাবে? বিশ্ব প্রিম্যাচিওরিটি ডে-তে রইল বিশেষ পরামর্শ
স্বাভাবিক গর্ভাবস্থার সময়কাল প্রায় ৪০ সপ্তাহ।
SSC: অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বর দেওয়া যাবে না, এবার পথে নবাগতরা
SSC: আন্দোলনকারী বলেন, ৭০-এ ৭০ পেয়েও ফ্রেশাররা ডাক পাননি। একমাত্র ওই ১০ নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়ার কারণেই। দশ বছর পর পরীক্ষা হল। আমরা দশ বছর ধরে বসে রয়েছি চাকরির জন্য। আমরা কেন এই বৈষম্য মেনে নেব? আন্দোলনকারীদের একটাই দাবি, অভিজ্ঞতার দশ নম্বর কোনওভাবেই দেওয়া যাবে না।
১৪ বছরের আরাধ্যার বিদেশে সম্পত্তি, জানেন কত কোটির বাংলোর মালিক সে?
বচ্চন পরিবার, বরাবরই অনুরাগীদের কৌতূহলের বিষয়। পরিবারের অন্দপমহলের সমীকরণ ঠিক কেমন, তা জানতে যেন মরিয়া সকলেই। তালিকা থেকে বাদ পড়ে না আরাধ্যা বচ্চনও। অন্যতম চর্চিত স্টারকিড। দেখতে দেখতে বয়স হল ১৪। শুভেচ্ছাবার্তায় ভরে উঠছে সোশ্যাল মিডিয়া।
Al Falah University |আর্থিক জালিয়াতির মামলায় ধৃত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের ভাই
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আর্থিক জালিয়াতির মামলায় গ্রেপ্তার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের ভাই। ধৃতের নাম হামুদ আহমেদ সিদ্দিকী। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। রবিবার মধ্যপ্রদেশে পুলিশ হায়দরাবাদ থেকে হামুদকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ বছর আগে মধ্যপ্রদেশে একটি বড় আর্থিক জালিয়াতির পরিকল্পনায় অভিযুক্ত তিনি। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসকের। বিস্ফোরণে প্রধান […] The post Al Falah University | আর্থিক জালিয়াতির মামলায় ধৃত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের ভাই appeared first on Uttarbanga Sambad .
Sheikh Hasina |বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা আদালতের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজা আদালতের The post Sheikh Hasina | বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা আদালতের appeared first on Uttarbanga Sambad .
ICT Verdict on Sheikh Hasina: মৃত্যুদণ্ড শেখ হাসিনার, ফাঁসির সাজা দিল আদালত
মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলেন শেখ হাসিনা। তাঁকে ফাঁসির সাজা দেওয়া হল। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও এই অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আগস্টের মধ্যে শেষ হোক কলকাতা লিগ, আইএফএ-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুরোধ ক্রীড়ামন্ত্রীর
ছোট ক্লাবগুলোর স্বার্থে আগস্টের মধ্যে লিগ শেষ করা উচিত বলে মনে করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের।
Alzheimer’s Disease: আলঝাইমার্স রোগ শুরুর আগে দেখা যায় এই ৬ সাধারণ লক্ষণ, যা দেখে শুরুতেই হোন সতর্ক
Alzheimer Disease: আলঝাইমার রোগ এমন এক স্নায়বিক সমস্যা যা ধীরে ধীরে একজন মানুষের স্মৃতিশক্তি, বিচারবুদ্ধি, আচরণ এবং পরিচিত পরিবেশ বোঝার ক্ষমতা কমিয়ে দেয়। রোগটি অনেক সময় আস্তে আস্তে শুরু হয়, এমনভাবে যে প্রথমদিকে কেউই বুঝতে পারে না যে এটি কেবল ভুলে যাওয়া নয়। বরং বড় ধরনের মস্তিষ্কজনিত পরিবর্তনের সূচনা। বয়স্কদের মধ্যে এই রোগ বেশি দেখা গেলেও, এখন অনেক ক্ষেত্রেই মধ্যবয়সেও এর প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। তাই সময়ের আগেই রোগের প্রাথমিক চিহ্নগুলো চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ৬টি লক্ষণ দেখা দিলে বুঝতে হবে— সাধারণ স্মৃতিভ্রম নয়, আলঝাইমার রোগের সূচনা। ১. সময়, তারিখ বা জায়গা নিয়ে বারবার বিভ্রান্ত হওয়া অনেকেই কখনও-সখনও তারিখ ভুল বলেন। এটি স্বাভাবিক। কিন্তু, আলঝাইমারের শুরুর দিকে সময়ের হিসাব মেলানো কঠিন হয়ে পড়ে। কেউ হয়তো হঠাৎ ভুলে যান তিনি কোথায় আছেন, কীভাবে এখানে এলেন বা আজ কী বার চলছে। দিনের সময়, ঋতু, এমনকী নিজের বাড়ির আশেপাশের পরিচিত জায়গা নিয়েও তাঁর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এটি মস্তিষ্কের সেই অংশের ক্ষতির সংকেত, যে অংশ স্মৃতি ধরে রাখে এবং দিকনির্দেশ করে থাকে। আরও পড়ুন- গরম নাকি ঠান্ডা, শীতকালে কোন জলে স্নান করলে আপনি থাকবেন সুস্থ? বিস্তারিত জানুন এখানে! ২. কথা বলতে বা কথোপকথন বুঝতে সমস্যা হওয়া আলঝাইমারের অন্যতম শুরুর লক্ষণ হল, কথা বলার মাঝপথে থেমে যাওয়া এবং সঠিক শব্দ খুঁজে না পাওয়া। একজন মানুষ সাধারণ কথোপকথন চালাতে না পেরে বারবার একই কথা পুনরাবৃত্তি করেন। এমনকী, আলোচনার বিষয়বস্তু মনে রাখতে না পারার কারণে অনেক সময় তিনি কথোপকথন থেকে নিজেই দূরে সরে যান। এটি শুধু ভুলে যাওয়া নয়—মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ারই ফল। আরও পড়ুন- রাশির বিরল পরিবর্তন, বিশেষ তিথিতে কার্তিক পুজো, কেন এবারের আরাধনাকে বিরাট শুভ মনে করা হচ্ছে? ৩. পরিচিত কাজ বা পরিকল্পনা শেষ করতে অসুবিধা বোধ হওয়া আগে রান্না করা, বিল দেওয়া, রুটিন তৈরি করা কিংবা অফিসের কাজের হিসেব মেলানো যাঁদের কাছে খুব সহজ কাজ ছিল, তাঁরা হঠাৎ করে এসব কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। এমনকী বহুদিনের পরিচিত রান্না করতে গেলেও অসুবিধা হতে পারে। পরিকল্পনা করা, ধাপে ধাপে কাজ করা কিংবা সমস্যা সমাধানের ক্ষমতা এই রোগে দ্রুত কমে যায়। এটি রোগের উল্লেখযোগ্য প্রাথমিক লক্ষণ। আরও পড়ুন- প্রয়াণ দিবসে শ্রদ্ধা বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতার নানা অজানা দিক ফিরে দেখা ৪. স্মৃতিভ্রংশ—যা দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটায় আলঝাইমারের সবচেয়ে পরিচিত লক্ষণ হল স্মৃতিশক্তি কমে যাওয়া। মানুষ সাম্প্রতিক ঘটনা ভুলে যায়—কিছুক্ষণ আগে কী বললেন, কার সঙ্গে কথা হল, কোথায় জিনিস রেখেছেন বা কোনও গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখতে পারেন না। ভুলে যাওয়া এতটাই বেড়ে যায় যে পরিবার, বন্ধু বা অফিসের কাজেও প্রভাব পড়ে। বারবার একই কথা জিজ্ঞাসা করা এই রোগের একটি সাধারণ উপসর্গ। আরও পড়ুন- শ্বাসযন্ত্রকে শক্তিশালী করতে নিয়মিত খান এই ৬ খাবার! ৫. হঠাৎ মুড পরিবর্তন বা ব্যক্তিত্বের পরিবর্তন আলঝাইমারের অন্যতম লক্ষণ হল মুড সুইং। যেমন অকারণে রাগ, দুঃখ, উদ্বেগ, ভয় বা বিরক্তি—আলঝাইমারের প্রথম ধাপেই দেখা যায়। শান্ত স্বভাবের মানুষ হঠাৎ খুব অস্থির বা সন্দেহপ্রবণ হয়ে যেতে পারেন। এমনকী আত্মবিশ্বাস কমে যাওয়ার কারণে তাঁরা নতুন পরিবেশের সঙ্গে বা মানুষের সঙ্গে মিশতেও ভয় পান। মস্তিষ্কের আচরণ নিয়ন্ত্রণকারী অংশে পরিবর্তন আসার কারণেই এমনটা হয়। ৬. সামাজিকতা থেকে ধীরে দূরে সরে যাওয়া আলঝাইমার রোগের শুরুর দিকে অনেকেই সামাজিক মেলামেশা এড়িয়ে চলতে শুরু করেন। আগ্রহের অভাবে প্রিয় শখ, নিয়মিত আড্ডা, পারিবারিক অনুষ্ঠান—সবকিছু থেকেই তাঁরা নিজেকে দূরে সরিয়ে নেন। কথোপকথনে কষ্ট হওয়া, ভুলে যাওয়ার ভয় কিংবা আত্মবিশ্বাসের অভাব এর প্রধান কারণ। এটি রোগের অন্যতম উপেক্ষিত প্রাথমিক সংকেত। কেন প্রাথমিক লক্ষণ চিহ্নিত করা জরুরি? বিজ্ঞানীরা বলছেন, প্রাথমিক পর্যায়ে আলঝাইমার্স রোগ (Alzheimer’s Disease) শনাক্ত করা গেলে জীবনযাত্রার পরিবর্তন, মানসিক ব্যায়াম, সঠিক চিকিৎসা এবং পর্যাপ্ত সহায়তার মাধ্যমে রোগের অগ্রগতি অনেকটাই কমানো সম্ভব। এক্ষেত্রে পরিবার এবং প্রিয়জনদের সচেতনতা রোগীকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করতে পারে বলেই বিশেষজ্ঞদের মত।
শুটিংয়ের সময় মা’কে হারান, ‘ডিপ ফ্রিজ’মুক্তির আগে ফের প্রিয়জনের প্রয়াণে শোকাহত অর্জুন
পরিচালকের পরিবারে ঘটে গেল বড় অঘটন।
রাজভবনে বম্ব স্কোয়াড! কল্যাণের অস্ত্র অভিযোগ উড়িয়ে তল্লাশির নির্দেশ রাজ্যপালের
তল্লাশির জন্য উত্তরবঙ্গ সফর কাটছাঁট করেছেন রাজ্যপাল।
Dakshin Dinajpur |সীমান্তে ভয়, দলবেঁধে ফর্ম পূরণ
বিধান ঘোষ, হিলি: তখন সবে দুপুর হয়েছে। কাঁটাতারের গা ঘেঁষে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে পঞ্চগড় এক্সপ্রেস। তার পাশে নভেম্বরের রোদে বসে চলেছে বিশেষ নিবিড় সংশোধনীর (এসআইআর) (SIR) ফর্ম পূরণ। ট্রেনের শব্দে যে কোনও কারও একটু অসুবিধা হওয়ারই কথা, তবে এদিন সেই আওয়াজ সীমান্তবাসীকে খুব একটা বিরক্ত করছিল না। কারণ সীমান্তের সকলের মাথায় এখন অন্য চিন্তা। […] The post Dakshin Dinajpur | সীমান্তে ভয়, দলবেঁধে ফর্ম পূরণ appeared first on Uttarbanga Sambad .
বদলের বাংলাদেশে বদলা! মৃত্যুদণ্ড হাসিনার, ফাঁসির সাজা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে
বিচারের নামে প্রহসন, বলছে আওয়ামি লিগ।
বিচারের নামে প্রহসন! ইউনুসের আদালতে মৃত্যুদণ্ড হাসিনাকে, ঘটনাপ্রবাহে নজর দিল্লির
বিচারের নামে প্রহসন, বলছে আওয়ামি লিগ।
Arjunn Dutta-Deep Fridge: জাতীয় পুরস্কারজয়ী বাঙালি পরিচালকের জীবনে ঝড়। যে ছবির জন্য জীবনের অন্যতম সেরা স্বীকৃতি পেলেন, সিনেমা মুক্তির আগেই পরিবারে অঘটন। প্রিয়জনকে হারালেন অর্জুন দত্ত। গত বছর মাকে হারিয়েছেন, সেই যন্ত্রণা আজও তাঁকে কষ্ট দেয়। জাতীয় পুরস্কার প্রাপ্তির সময়ও মায়ের স্মৃতিতে ডুব দিয়েছিলেন। পুরনো ঘা শুকানোর আগেই দাদাকে হারালেন পরিচালক অর্জুন দত্ত। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, তিনি অসুস্থ ছিলেন। অবশেষে রবিবার প্রয়াত হন। আগামী শুক্রবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ডিপ ফ্রিজ। তার আগে পরিবারে এমন ঘটনায় ভেঙে পড়েছেন পরিচালক। বয়স্ক বাবা, দাদা-বউদি আর সন্তানকে নিয়েই অর্জুনের পরিবার। মায়ের পর দাদার মৃত্যু আরও একবার শোকাচ্ছন্ন দত্ত পরিবার। সূত্রের খবর, অর্জুনের দাদা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। হাই সুগারের জন্য চোখেও একটু সমস্যা দেখা যায়। সেই জন্য অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু, এমন ঘটনা ঘটে যাবে সেটা কেউ ভাবতেই পারেননি। বছর ঘুরতেই ফের প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর অর্জু দত্ত। উল্লেখ্য, দিন কয়েক আগেই নিজেও হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার কথা নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ডিপ ফ্রিজ খ্যাত পরিচালক। আরও পড়ুন 'উপর থেকে কলকাঠি নাড়িয়ে...', মায়ের মৃত্যুর পর জাতীয় পুরস্কার জিতে আবেগপ্রবণ পরিচালক অর্জুন জাতীয় পুরস্কার নিতে যাওয়ার কিছু দিন আগেই কলকাতায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অর্জুন। সেখানেই সিঁড়ি থেকে স্লিপ করে পড়ে যান। চিকিৎসক তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, বাবা চেয়েছিলেন ছেলে নিজের হাতে জাতীয় পুরস্কার গ্রহণ করুক। তাই অস্ত্রোপচারের দিন পিছিয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন। এরপর শহরে ফিরে হাসপাতালে ভর্তি হন। অসুস্থতার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন পরিচালক। আরও পড়ুন হাসপাতালেই কেটেছে দীপাবলি, শিরদাঁড়ায় অস্ত্রোপচারের পর কেমন আছেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক অর্জুন? ঘরে ফিরে উচ্ছ্বাসিত হয়ে অর্জুন লিখেছিলেন, 'এক সপ্তাহ হাসপাতালে থাকার পর অবশেষে ঘরে ফিরলাম। চেয়ারে বসে সহকারীর সাহায্যে সাত দিন পর স্নান করলাম। আহা, স্বর্গীয় অনুভূতি। চুলেরও কিছুটা যত্ন নেওয়া হল। অনেকদিন পর শ্যাম্পু আর কন্ডিশনারে ধুলাম, সে এক দারুণ সুখের মুহূর্ত। যেহেতু আমি এখন একরকম 'গৃহবন্দি' তাই আমার সহকারী চুলের তিন রকম স্টাইল ট্রাই করে ফেলল। ঘরেই যেন মিনি মেকওভার! চুল বাঁধাও এখন বিলাসিতা মনে হয়।' আরও পড়ুন 'ডিপ ফ্রিজ' সেরা বাংলা ছবি, অর্জুনের প্রশংসায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালক শুভ্রজিৎ
ন্যাফের বার্ষিক সম্মেলনে শৃঙ্গজয়ীদের সংবর্ধনা
তমালিকা দে, শিলিগুড়ি: গত অগাস্টে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ) তাদের অভিযানে দারুণ সাফল্য পেয়েছিল। লাদাখে নতুন দুটি শৃঙ্গ জয় করেছিলেন তাদের চার সদস্য-শিলিগুড়ির গণেশ সাহা, ব্যারাকপুরের কল্যাণ দেব এবং মালবাজারের সুদেব রায় ও কাজলকুমার দত্ত। রবিবার ন্যাফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে অভিযাত্রীদের সংবর্ধনা জানানো হয়। ন্যাফ ও স্নাউট অ্যাডভেঞ্চারস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অভিযানের […] The post ন্যাফের বার্ষিক সম্মেলনে শৃঙ্গজয়ীদের সংবর্ধনা appeared first on Uttarbanga Sambad .
গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবায় মাইলস্টোন! টেলিমেডিসিনের ‘সাফল্যে’আপ্লুত মমতা
এর নেপথ্যে চিকিৎসকদের কৃতিত্ব দিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।
Aditi Rao hydari: ফেক নম্বর থেকে ভয়ঙ্কর প্রতারণা! ভক্তদের সাবধান করলেন অদিতি
Aditi Rao hydari: অভিনেত্রী অদিতি রাও হায়দারি সম্প্রতি ভক্তদের সতর্ক করেছেন, হোয়াটসঅ্যাপে তার নামে ছদ্মবেশ ধারণকারী এক প্রতারককে নিয়ে। তিনি জানান, ওই ব্যক্তি তার ছবি ব্যবহার করে বিভিন্ন ফটোগ্রাফারদের ফটোশুটের প্রস্তাব পাঠাচ্ছে এবং নিজেকে অদিতি হিসেবে দাবি করছে। ইনস্টাগ্রামে পোস্ট করে অদিতি লিখেছেন, হ্যালো সবাই, আজ কয়েকজনের কাছ থেকে একটি বিষয় জানতে পেরে, আমি তা আপনাদের নজরে আনতে চাই। কেউ একজন হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে ফটোগ্রাফারদের ফটোশুটের বিষয়ে বার্তা পাঠাচ্ছে। এটি আমি নই। আমি কখনও ব্যক্তিগত নম্বর দিয়ে, কাজের যোগাযোগ করি না। কাজ সংক্রান্ত সমস্ত যোগাযোগ আমার টিমের মাধ্যমেই হয়ে থাকে। দয়া করে সেই নম্বরের সঙ্গে যোগাযোগ করবেন না। কোনো সন্দেহজনক কিছু পেলে আমার টিমকে জানান। যারা আমাকে সতর্ক করেছেন এবং আমার পাশে দাঁড়াচ্ছেন— তাদের সবাইকে ধন্যবাদ। ভালোবাসা, অদিতি।” Director Rajiv Rai: সেনা শাসনের ঝুঁকি! রাতের নিয়ম ভাঙায় গ্রেপ্তার হন অভিনেতারা ক্যারিয়ারের দিক থেকে, অদিতি এখন একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত। তিনি অভিনয় করছেন হিন্দি ছবি ‘পরিবারিক মনু রঞ্জন’ এবং ‘গান্ধী টকস’-এ। আন্তর্জাতিক পর্যায়ে তিনি যুক্ত আছেন সহ-প্রযোজনা ‘লায়নেস’-এ। এছাড়া, তিনি ইমতিয়াজ আলী নির্মিত নেটফ্লিক্স সিরিজ ‘ও সাথী রে’-তে অভিনয় করছেন, যেখানে তার সঙ্গে রয়েছেন অবিনাশ তিওয়ারি ও অর্জুন রামপাল। S S Rajamouli: টিজার লিক নিয়ে ঈশ্বরের প্রতি রোষ, নাস্তিক পরিচয়ে বিতর্কে পরিচালক রাজামৌলি বর্তমানে অদিতি রয়েছেন রাজেশ এম সেলভা পরিচালিত একটি অঘোষিত প্রজেক্টের শুটিং সেটে। তাকে শেষ দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বানসালির নেটফ্লিক্স সিরিজ ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, সঞ্জীদা শেখ, ফারদিন খান এবং ফরিদা জালাল। জনপ্রিয়তার কারণে নেটফ্লিক্স ইতিমধ্যেই সিরিজটির দ্বিতীয় সিজন ঘোষণা করেছে।
‘ছক্কা মারো আর ব্যাঙ্কে টাকা জমাও’, পন্থ-যশস্বীদের তুলোধোনা প্রাক্তন ইংরেজ তারকার
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরেছে ভারত।
Nitish Kumar: কবে শপথ নীতীশের? সামনে এল চূড়ান্ত দিনক্ষণ, সম্পত্তি পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে
Nitish Kumar: বিহারে এনডিএ-র বিপূল জয়ের পর, নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে জোরকদমে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। জানা গিয়েছে আগামী ১৯ তারিখে বিহার বিধানসভা ভেঙে দেওয়া হবে এবং ২০ তারিখে নতুন সরকার শপথ নেবে। নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন- কলকাতায় ফের টাকার পাহাড়! কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা বাজেয়াপ্ত ঘিরে তুমুল চাঞ্চল্য ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র ঐতিহাসিক জয়ের পর নতুন সরকারের বিধায়করা কী কী সুবিধা পাবেন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। এনডিএ মোট ২০২টি আসন জিতে একচ্ছত্র ক্ষমতায় এসেছে, যেখানে মহাজোটের আসন নেমে দাঁড়িয়েছে মাত্র ৩৫-এ। নতুন বিধায়কদের জন্য শপথ গ্রহণের পর থেকেই বিভিন্ন সরকারি সুবিধা কার্যকর হবে। নিয়ম অনুযায়ী, ভারতের প্রতিটি রাজ্য তার বিধায়কদের বেতন নিজেরাই নির্ধারণ করে। বিহারে বর্তমানে একজন বিধায়ক মাসিক প্রায় ৫০ হাজার টাকা মূল বেতন পান। বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রতি মাসে ২.১৫ লাখ টাকা বেতন পান। সেই সঙ্গে অন্যান্য ভাতাও অন্তর্ভুক্ত রয়েছে। আরও পড়ুন- ভয়ঙ্কর দুর্ঘটনা, সৌদিতে হজে গিয়ে কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যু, শোকপ্রকাশ ওয়েইসির নীতীশ কুমারের মোট সম্পত্তির পরিমাণ? ক্যাবিনেট সচিবালয় দফতরের প্রকাশিত নথি (৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত) অনুযায়ী, নীতীশ কুমারের মোট সম্পত্তির পরিমাণ ১.৬৪ কোটি টাকা। স্থাবর সম্পত্তি – ১৬.৯৭ লাখ টাকা নগদ অর্থ: ২১,০৫২ টাকা ব্যাংক আমানত: ৬০,৮১১ টাকা (প্রায়) অন্যান্য স্থায়ী আমানত এবং বিনিয়োগ মিলিয়ে মোট সম্পত্তি: ১৬.৯৭ লাখ টাকা অস্থাবর সম্পত্তি – ১.৪৮ কোটি টাকা পাশাপাশি রয়েছে ফ্ল্যাট ও জমি-জমা। পিটিআই সূত্রে জানা গেছে, তাঁর নামে দিল্লির দ্বারকায় একটি সমবায় আবাসন সমিতির ফ্ল্যাট রয়েছে। আরও পড়ুন- আজই মৃত্যুদণ্ড হাসিনার? ঢাকায় জারি হাই-অ্যালার্ট, হিংসা বন্ধে দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ
আমেরিকা থেকে বিপুল LPG আমদানির পথে ভারত, নয়া চুক্তিতে কমবে কি সিলিন্ডারের দাম?
এই চুক্তি প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।
Bengal nature tourism: কলকাতার ব্যস্ত জীবন থেকে একটু দূরে প্রকৃতির ছোঁয়া পেতে চাইলে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় আজ অন্যতম জনপ্রিয় গন্তব্য। মনোরম পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য, পুরুলিয়ার বিশেষ লাল মাটি আর শান্ত নির্জন পরিবেশ—সব মিলিয়ে জয়চণ্ডী পাহাড় হয়ে উঠেছে সপ্তাহান্তের আদর্শ ভ্রমণস্থল। কলকাতা থেকে মাত্র ৬ ঘণ্টার দূরত্বে হওয়ায় ঝটিকা সফরেও ঘুরে আসা যায় অনায়াসে। পুরুলিয়ার রঘুনাথপুরে অবস্থিত জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা প্রায় ৭০০ ফুট। বলা হয়, পাহাড়ের শীর্ষে ওঠার জন্য তৈরি হয়েছে প্রায় ৪৫০টিরও বেশি সিঁড়ি। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চোখে ভেসে ওঠে গ্রামের সবুজ, লাল মাটির রাস্তা, তাল–খেজুর গাছের সারি, আর দূরের পাহাড়ি রেখা। শীর্ষে পৌঁছলে সামনে খুলে যায় চারদিকে বিস্তৃত অপূর্ব প্রাকৃতিক দৃশ্য—যা প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের কাছে সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। আরও পড়ুন- weekend trip: চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি! জয়চণ্ডী পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পরিচিত নয়, এর সঙ্গে জুড়ে রয়েছে ইতিহাসও। একসময় এই পাহাড় ছিল বীরভূম–পুরুলিয়া অঞ্চলে ‘পঞ্চকোট রাজাদের’ দুর্গরক্ষার অন্যতম স্থান। আজও পাহাড় চূড়ায় পৌঁছে দেখা যায় ঐতিহাসিক দুর্গের কিছু ভগ্নাবশেষ, যা অতীতের গৌরবের সাক্ষ্য বহন করে। এছাড়াও, এখানেই শ্যুট হয়েছিল সত্যজিৎ রায়ের বিখ্যাত শিশু-কিশোর চলচ্চিত্র ‘হীরক রাজার দেশে’-র কিছু দৃশ্য। ফলে সিনেমাপ্রেমীদের কাছেও জয়চণ্ডী পাহাড়ের রয়েছে আলাদা আকর্ষণ। আরও পড়ুন- Weekend getaway: এবেলা গিয়ে ওবেলা ফিরুন! কলকাতার কাছেই কোলাহলমুক্ত অপরূপ এই প্রান্ত যেন লুকনো স্বর্গ! পাহাড় ঘোরার পাশাপাশি কাছেই রয়েছে অজোধানা গ্রাম, পঞ্চকোট রাজবাড়ি, মায়াবনী, এবং জয়চণ্ডী পাহাড় ইকো পার্ক—যা একদিনের সফরে আরও রঙিন অভিজ্ঞতা এনে দেবে। শীতকালে এখানের আবহাওয়া মনোরম, তাই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যটকদের ভিড় বাড়ে। আরও পড়ুন- এককথায় অনবদ্য! কলকাতার কাছেই অপূর্ব এই সমুদ্র সৈকতের অসাধারণ সৌন্দর্য্য মন জুড়োবেই যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাঁদের জন্য ট্রেকিংয়ের দারুণ সুযোগ করে দেয় জয়চণ্ডী পাহাড়। তবে পরিবার নিয়ে শান্ত পরিবেশে সময় কাটাতেও এটি অসাধারণ জায়গা। পরিষ্কার রাস্তা, নিরাপদ পরিবেশ ও উন্নত থাকার ব্যবস্থা থাকার কারণে কলকাতার মানুষ ক্রমেই বেশি করে পাড়ি জমাচ্ছেন এই পাহাড়ি গন্তব্যে। প্রকৃতির কোলে কয়েক ঘণ্টা কাটাতে চাইলে, ইতিহাসের ছোঁয়া খুঁজতে চাইলে কিংবা নিছক পাহাড়ের হাওয়া নিতে চাইলে—পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় একবার অবশ্যই ঘুরে দেখার মতো।
Dhanmondi House: শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে চলতি সপ্তাহ থেকেই উত্তপ্ত বাংলাদেশ। ঢাকা থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়ায় সাতটি বাস, ভ্যান ও অ্যাম্বুল্যান্সে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ককটেল বোমা ছোড়া হয়েছে বিভিন্ন রাস্তায়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বাড়িও ছাড় পায়নি।
‘দ্রাবিড় যুগ’অতীত, সঙ্গকারাকে প্রধান কোচ ঘোষণা রাজস্থানের
নতুন দায়িত্ব নিয়ে কী বললেন তিনি?
Bomb Threat |মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বাসভবনে বোমা হামলার হুমকি! তালিকায় একাধিক দক্ষিণি তারকাও
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (MK Stalin) বাড়িতে বোমা হামলার হুমকি (Bomb Threat)। শুধু স্ট্যালিন নয়, একইভাবে বোমা হামলার হুমকি দেওয়া হয় অভিনেতা অজিত কুমার, অরবিন্দ স্বামী এবং অভিনেত্রী খুশবুর বাসভবনেও। এই হুমকি মেলকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, রবিবার রাতে এই হুমকি মেলটি পাঠানো হয় তামিলনাডুর ডিজিপির দপ্তরে। আর […] The post Bomb Threat | মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বাসভবনে বোমা হামলার হুমকি! তালিকায় একাধিক দক্ষিণি তারকাও appeared first on Uttarbanga Sambad .
Sheikh Hasina Verdict Live: চলছে রায়দান, ৪৫৩ পাতার রায় পড়ছেন বিচারপতি
ICT Verdict on Shiekh Haisna Today Live News Updates in Bengali: বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরীর ট্রাইবুন্যালে হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা সময়ের অপেক্ষা। ১ বছর ১ মাসের মাথায় বাংলাদেশের বুকে নিষ্পত্তি হতে চলেছে হাসিনার বিরুদ্ধে চলা মানবতাবিরোধী মামলার।
SSC: দাগী হয়েও কীভাবে পরীক্ষায় বসতে পারলেন নীতীশ? এবার যুক্তি দিল কমিশন
SSC: এসএসসি-র বক্তব্য, স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, এই বছর ৩ এপ্রিল সম্মানীয় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেখানে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে।
গায়কের প্যান্ট ধরে টান! ভারতে এসে বিপাকে একন
অনুরাগীদের চিল চিৎকারকে সঙ্গে করেই একের পর এক গান গেয়ে যাচ্ছিলেন একন। কিন্তু হঠাৎই বিপত্তি। স্টেজের একেবারে সামনে গিয়ে গান গাওয়ার সময়ই হেনস্থার শিকার হন শিল্পী। অনুরাগীরা এমনভাবে তাঁকে স্টেজ থেকে নামানোর চেষ্টা করে যে, রীতিমতো পড়েই যাচ্ছিলেন একন।
Mehazabien Chowdhury | ২৭ লক্ষ টাকা আত্মসাত! আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর (Mehazabien Chowdhury) বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা (Arrest Warrant)। অভিযুক্ত মেহজাবীনের ভাইও। আদালতে দায়ের করা হয় মামলা। আইনি পথে হেঁটে রবিবার জামিন পেয়েছেন অভিনেত্রী ও তাঁর ভাই। কিন্তু কেন এত কিছু করতে হচ্ছে তাঁকে? প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, রবিবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট […] The post Mehazabien Chowdhury |২৭ লক্ষ টাকা আত্মসাত! আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন appeared first on Uttarbanga Sambad .
SIR Fear |এসআইআর এর আতঙ্কে আত্মঘাতী! অভিষেকের নির্দেশে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন ঋতব্রত
মানিকগঞ্জ: সোমবার এসআইআর এর আতঙ্কে আত্মঘাতী সাতকুড়ার কমলা রায়ের বাড়িতে গেলেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জলপাইগুড়ি জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে যান জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া এলাকার ৫২ বছর বয়সি মৃত কমলা রায়ের বাড়িতে। সেখানে গিয়ে মৃতের পরিবারের যাবতীয় অভিযোগ শোনেন। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন […] The post SIR Fear | এসআইআর এর আতঙ্কে আত্মঘাতী! অভিষেকের নির্দেশে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন ঋতব্রত appeared first on Uttarbanga Sambad .
‘অপ্টিমাস’ বদলে দেবে মানবসভ্যতার ইতিহাস, অত্যাধুনিক রোবট নিয়ে আত্মবিশ্বাসী মাস্ক
অপ্টিমাসকে প্রথম প্রকাশ্যে আনা হয়েছিল ২০২১ সালে।
Hot Shower vs Cold Bath: শীতের শুরুতে অনেকের কাছেই সকালে স্নান করাটা যেন এক বড় চ্যালেঞ্জ। ঠান্ডা আবহাওয়া এমনিই শরীরকে আচ্ছন্ন করে রাখে, তার ওপর স্নানের জন্য কোন তাপমাত্রার জল ব্যবহার করাটা ঠিক হবে, তা নিয়ে দ্বিধা আছে অনেকেরই। অনেকেই গরম জল ব্যবহার করতে স্বস্তি বোধ করেন, আবার কেউ কেউ ঠান্ডা জলে স্নান করাকে স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করেন। কিন্তু বাস্তবে, শীতকালে কোন জল শরীরের জন্য সত্যিই ভালো—গরম, ঠান্ডা, নাকি মাঝামাঝি তাপমাত্রার জল? এই প্রশ্নের উত্তরই এই প্রবন্ধে বিস্তারিতভাবে তুলে ধরা হল। শীতে এমন জলে স্নান করুন শীতে গরম জলে স্নান করতে কার না ভালো লাগে! বাইরে ঠান্ডা হাওয়া, আর স্নানের সময় শরীরে গরম জলের উষ্ণ স্পর্শ মুহূর্তের মধ্যেই আরাম এবং শিথিলতার অনুভূতি এনে দেয়। তবে, গরম জলের কিছু সীমাবদ্ধতা রয়েছে যা না জানলে বিপদ হতে পারে। অনেকেই খুব গরম জল সরাসরি মাথা বা শরীরে ঢেলে দেন, যা মোটেও নিরাপদ নয়। অত্যধিক গরম জল শরীরের প্রাকৃতিক তেল বা ন্যাচারাল অয়েল নষ্ট করে দেয়। এর ফলে ত্বক শুষ্ক, খসখসে এবং সংবেদনশীল হয়ে পড়ে। শীতকালে এমনিতেই ত্বক বেশি শুষ্ক হয়ে যায়, আর গরম জল সেই সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত গরম জল রক্তনালিকাকে দ্রুত প্রসারিত করে কিছুক্ষণের জন্য মাথা ঘোরা বা দুর্বলতার অনুভূতিও আনতে পারে। আরও পড়ুন- রাশির বিরল পরিবর্তন, বিশেষ তিথিতে কার্তিক পুজো, কেন এবারের আরাধনাকে বিরাট শুভ মনে করা হচ্ছে? অন্যদিকে শীতকালে ঠান্ডা জল দিয়ে স্নান করার কথা ভাবলেই শরীরে শিরশিরে অনুভূতি আসে। গরমের দিনে ঠান্ডা জল সতেজ অনুভূতি এনে দিলেও শীতে এর উলটো প্রতিক্রিয়া হতে পারে। ঠান্ডা জল শরীরের তাপমাত্রা দ্রুত কমিয়ে দেয়, শরীরে কম্পন বাড়ায় এবং সর্দি-কাশি বা হাইপোথার্মিয়ার মত সমস্যার ঝুঁকি বাড়ায়। তাই শীতকালে ঠান্ডা জল মোটেও আদর্শ নয়। বিশেষ করে যাঁদের হাঁপানি, সাইনাস বা দুর্বল প্রতিরোধ ক্ষমতা, তাঁদের অবশ্যই ঠান্ডা জল এড়িয়ে চলা উচিত। আরও পড়ুন- প্রয়াণ দিবসে শ্রদ্ধা বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতার নানা অজানা দিক ফিরে দেখা মাঝারি বা হালকা গরম জল এখানে সেরা বিকল্প। এটি শরীরকে উষ্ণ রাখে, আবার খুব গরমও নয়। হালকা গরম জল ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বকের কোনও ক্ষতি করে না। সকালে স্নান করার সময় এই উষ্ণ জল শরীরকে আরাম দেয়, পেশী শিথিল করে এবং সারাদিনের ক্লান্তি কমায়। শীতকালে যাঁরা শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য হালকা গরম জলই সবচেয়ে নিরাপদ। এটি ত্বককে হাইড্রেটেড রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। রক্ত সঞ্চালন বাড়লে শরীর উষ্ণ থাকে, ব্যথা-বেদনা কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিছুটা বাড়ে। আরও পড়ুন- শ্বাসযন্ত্রকে শক্তিশালী করতে নিয়মিত খান এই ৬ খাবার! হালকা গরম জলে স্নান করলেও ঘুমের মান উন্নত হয়। শীতের দিনে সন্ধ্যাবেলা হালকা উষ্ণ জলে স্নান করলে পুরো শরীর শিথিল হয় এবং মন স্বস্তি পায়। যাঁরা সারাদিন ডেস্কে কাজ করেন বা শীতল পরিবেশে থাকেন, তাঁদের জন্য হালকা গরম জল একটি আয়ুর্বেদিক থেরাপির মত কাজ করে। আরও পড়ুন- এই সব মাছ খেয়ে কমান হৃদরোগ! সপ্তাহে মাত্র ২ বার খেলেই বিরাট উপকার প্রশ্ন হল, স্নানের জলের তাপমাত্রা কত হওয়া উচিত? সাধারণত শরীরের তাপমাত্রার কাছাকাছি বা তার থেকে সামান্য উষ্ণ জলে স্নান করাই স্নানের জন্য আদর্শ। এটা বোঝার সহজ উপায় হল—জলটা এমন গরম হবে, যাতে তা ছুঁয়ে আরাম লাগে, কিন্তু কোনও অস্বস্তি বা জ্বালা অনুভূত না হয়। শিশু, বয়স্ক মানুষ বা ত্বক সংবেদনশীল হলে জল আরও একটু কম গরম হওয়া উচিত। গরম জল ব্যবহার করলে স্নানের সময় কমিয়ে দেওয়াই ভালো। কারণ দীর্ঘ সময় গরম জলে থাকার ফলে ত্বক বেশি শুকিয়ে যেতে পারে। অন্যদিকে, মাথায় গরম জল না দেওয়াই ভালো। কারণ এটি মাথার ত্বক দুর্বল করে দেয়। চুলের গোড়া নরম করে দেয়। হেয়ার ফল সমস্যা বাড়িয়ে তুলতে পারে। শীতকালে চুল ধোয়ার জন্য সবসময় হালকা গরম বা সামান্য উষ্ণ গরম জল ব্যবহার করা উচিত। মোদ্দা কথা, শীতকালে স্নানের জন্য হালকা গরম জলই সবচেয়ে নিরাপদ, স্বাস্থ্যকর এবং আরামদায়ক। এটি শরীর, ত্বক, রক্ত সঞ্চালন এবং মানসিক স্বস্তি—সবই বজায় রাখে। তাই গরম ও ঠান্ডা জলের বিতর্ক সরিয়ে রেখে মাঝারি তাপমাত্রার জলকেই শীতকালে স্নানের জন্য বেছে নেওয়া উচিত।
শেষ মুহূর্তের প্রস্তুতির চূড়ান্ত ব্যস্ততা... সত্যিই তাই, দম ফেলার সময় নেই। দু'রকমের প্রস্তুতি, একটা তো বিয়ে সংক্রান্ত বাহ্যিক কাজ আর একটা নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। কখনও ভীষণ আত্মবিশ্বাসী মনে হচ্ছে আবার কখনও প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ছি। আসলে নিজের বাড়িতে চোখ বন্ধ করেও জলের বোতলটা পেয়ে যাই। মা-বাবা, বোন সকলকে ছেড়ে একটা নতুন জায়গায় নতুনভাবে জীবন শুরুর জন্য তো মানসিকভাবে তৈরি হওয়ার একটা বিষয় থাকে। ম্যাজিক করে সব কাজ যদি হয়ে যেত, সেটা নিশ্চয়ই মনে হচ্ছে? ফোনের ওপারে মিষ্টি হাসি। সেটা হলে তো ভালই হত। আমার বাবা যেহেতু এই পেশার সঙ্গে যুক্ত তাই মনে হওয়াটাও খুব স্বাভাবিক। কিন্তু, বাবা বলেছে নো চিটিং। বাস্তব জীবনে বাস্তবসম্মতভাবেই সবটুকু করতে হবে। আর সেটাই হবে আসল ম্যাজিক। আরও পড়ুন '১৪ অক্টোবর কোর্টে ডেট ছিল আর আমরা...', শাশুড়ির মৃত্যু কী ভাবে জুড়ে দিল বাঙালি অভিনেত্রী রিয়ার ভাঙা সংসার? বিয়ের সাজে পাশ্চাত্যের ছোঁয়া থাকছে? পছন্দের কোনও নায়িকার অনুকরণে সাজার কোনও পরিকল্পনা? আমি আর আমার হবু বর আর দুই পরিবারই বাঙালিয়ানার প্রতি ভীষণ আশক্ত। সেই জন্যই বিয়ের রীতি থেকে সাজগোজ, খাওয়াদাওয়া সব কিছুতেই থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। আর আমি কারও মতো সাজতে চাই না বরং নিজের অনুভূতিটাকে সাজাতে চাই। রং বিষয়টা আমার খুব পছন্দ। বিভিন্ন রকমের রং খুব প্রিয়। আসলে সিনেমার পাশাপাশি তো ক্যানভাসেও কাজ করি। তাই আমার খুব ইচ্ছে জীবনের এই বিশেষ দিনে একটা রঙে নয়, নানা রঙে রঙিন হতে চাই। আর আমার সেই ইচ্ছেপূরের দায়িত্বটা মা-বোনের কাঁধে দিয়ে দিয়েছি। তাহলে বেনারসী ময়ূরকণ্ঠী রঙের? ওটার মধ্যে অনেক রঙ থাকে... না না, ওটা এখন বলা যাবে না। তাহলে তো বিয়ের সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে (ফোনের ওপারে হাসি)। বিয়ের মেনুতে নিজের পছন্দের কোনও আইটেম? বিয়ের মেনুতেও থাকছে বিশুদ্ধ বাঙালি খাবার। মাছে-ভাতে বড় হয়েছি, প্রতিটি বাঙালি খাবারই আমার ভীষণ পছন্দ। সেগুলোই বিয়ের মেনুতে রাখা হয়েছে। বাংলার বুকে বাঙালি বিয়ে, সেখানে মনপসন্দ বাঙালি খাবার থাকবে না সেটা তো ভাবাই যায় না। সকলকে নিয়েই তো বিয়ের আনন্দ, তাই প্রত্য়েকে যেন বাঙালি বিয়ের স্বাদ চেটেপুটে উপভোগ করতে পারে সেই দিকটা অবশ্যই মাথায় রাখা উচিত। তাই আমাদের মেনুতে যা রাখা হয়েছে প্রতিটি খাবার ট্রাডিশনাল ও মুখোরোচক। আরও পড়ুন সময়-সুযোগ পেলেই প্রপোজ করব, দেবদা যদি বিয়ে করে তাহলে যেন আমাকেই করে: স্যান্ডি সাহা মহিলা পুরোহিত দিয়ে বিয়ের লেটেস্ট ট্রেন্ড ফলো করবেন? আমার মতে নারী-পুরুষ সমান। পৌরহিত্যের ক্ষেত্রেও আমি কোনও বিভেদের কথা ভাবতেই পারি না। মর্ডান যুগে তো নারী-পুরুষ সমান, একসঙ্গে পায়ে পা মিলিয়ে চলছে। সেক্ষেত্রে যদি আমরা কোনওভাবে আলাদা স্টেটমেন্ট ক্রিয়েট করি সেটা বোধহয় ভাল হবে না। নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করে বলতে চাই, আমাদের বাড়ির পুজোয় যিনি পৌরহিত্য করেন তিনিই আমার বিয়ের দায়িত্বে আছেন। আরও পড়ুন কল্পনায় যতবার পার্টনারকে এঁকেছি ততবার প্রত্যাশা বেড়ে গিয়ে হতাশ হয়েছি: মৌবনী সরকার
Jaffar Express |রেললাইনে বিস্ফোরণ, বালোচিস্তানে ফের হামলার লক্ষ্যবস্তু জাফর এক্সপ্রেস
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বালোচিস্তানের নাসিরাবাদ জেলায় ফের হামলার লক্ষ্যবস্তু জাফর এক্সপ্রেস। তবে এ যাত্রায় বোমা বিস্ফোরণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ট্রেনটি। পাক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল জাফর এক্সপ্রেস। ট্রেনটি নাসিরাবাদের শহিদ আব্দুল আজিজ বুল্লো এলাকা দিয়ে যাওয়ার ঠিক পরই রেললাইনে বিস্ফোরণ হয়। যার ফলে ট্রেনের […] The post Jaffar Express | রেললাইনে বিস্ফোরণ, বালোচিস্তানে ফের হামলার লক্ষ্যবস্তু জাফর এক্সপ্রেস appeared first on Uttarbanga Sambad .
এপিলেপসি কি ছোঁয়াচে? সঠিক চিকিৎসা ও সচেতনতার বার্তা দিলেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ
১৭ নভেম্বর জাতীয় মৃগীরোগ দিবস হিসেবে পালিত হয়।
Post Office MIS: পোস্ট অফিসের কোন স্কিম আপনার ১৫ লক্ষের ক্যাপিটাল নিরাপদ রাখবে?
Post Office Scheme: এই অবস্থায় ভরসা জোগাচ্ছে পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম। সেই স্কিমের নাম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা POMIS। সরকারি গ্যারান্টির সঙ্গে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের আয় নিশ্চিত করে এই প্ল্যান।
ইন্টারভিউর তালিকায় বহু ‘অযোগ্য’র নাম, SSC নিয়ে ফের হাই কোর্টে মামলা
আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা।
Mimi Chakraborty: মেয়ের সঙ্গে পরিচয় করালেন মিমি! দেখুন তো চেনেন?
মুখ্যমন্ত্রী স্ট্যালিন-সহ একঝাঁক দক্ষিণী তারকার বাড়িতে বোমা! হুমকি ইমেলে আতঙ্ক
তামিলনাড়ুর ডিজিপির অফিসে আসে এই হুমকি ইমেল।
হাত মেলালেন ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা, বিরল দৃশ্যের সাক্ষী ক্রিকেটবিশ্ব
এক বাসে সওয়ারি হয়ে মাঠেও গেল দুই দল।
Sheikh Hasina Verdict: আজই সব শেষ নাকি মহিলা বলে কি পার পেয়ে যাবেন শেখ হাসিনা?
Bangladesh Update: প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি হবে। তিন অভিযুক্তের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান পলাতক।
Calcutta High Court |এসএসসির ইন্টারভিউ লিস্টে অযোগ্যদের নাম! হাইকোর্টে মামলা এক পার্ট-টাইম শিক্ষকের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এসএসসির একাদশ-দ্বাদশ ইন্টারভিউ লিস্টে নাম রয়েছে বহু অযোগ্যদের। ইতিমধ্যেই বেশ কিছু ‘দাগি’ শিক্ষকের নাম প্রকাশ্যে এসেছে যারা লিখিত পরীক্ষায় পাশ করে ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন। সেই তালিকায় রয়েছে রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা এডুকেশনের শিক্ষক নীতিশ রঞ্জন বর্মনের নাম। তাঁর নাম জ্বলজ্বল করছে এসএসসির ‘দাগি’দের তালিকায়। এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের কলেন […] The post Calcutta High Court | এসএসসির ইন্টারভিউ লিস্টে অযোগ্যদের নাম! হাইকোর্টে মামলা এক পার্ট-টাইম শিক্ষকের appeared first on Uttarbanga Sambad .
Saudi Arabia Death: মদিনায় পুড়ল ভারতীয় হজ যাত্রীদের বাস, মৃত্যু হয়েছে অন্তত ৪২ জনের!
Hajj Pilgrims Burns in Medina: সৌদি আরবের পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রীই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, ফলে আগুন লাগার পর কেউই পালিয়ে যেতে পারেননি। এই বাসে ১১ জন মহিলা ও ১০ জন শিশুও ছিলে বলে খবর। গোটা বাসটি এমনি অগ্নিদগ্ধ হয়েছে যে মৃতদেহ শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।
Gold Trader Murder Case |কোর্টের দরজায় প্রশান্ত
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও এবার আগাম জামিনের আবেদন করলেন সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বারাসত আদালতের জেলা বিচারক শান্তনু ঝাঁ-এর এজলাসে জামিনের আবেদন করেছেন প্রশান্ত। ২৬ নভেম্বর আবেদনের শুনানি হবে। ওইদিন এজলাসের ৩১ নম্বরে রয়েছে প্রশান্তর আবেদন। আর সেই আবেদন ঘিরেই তদন্তের গতিপথ নিয়ে […] The post Gold Trader Murder Case | কোর্টের দরজায় প্রশান্ত appeared first on Uttarbanga Sambad .
Teacher recruitment scam: ফের বিতর্কে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সদ্য প্রকাশিত একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফল নিয়ে নতুন করে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অনেকে—যাদের পূর্ববর্তী তালিকায় ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল—তারা আবারও এই পরীক্ষায় বসেছেন এবং ফলাফলে তাঁদের নামও রয়েছে। মামলাকারীদের দাবি, ২০১৬ সালের বাতিল হওয়া এসএসসি প্যানেলে যাঁরা ‘অযোগ্য’ বলে অভিহিত হয়েছিলেন, তাঁদের বেশ কয়েকজন ২০২৫ সালের একাদশ–দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, তাঁদের কয়েকজন ইন্টারভিউয়ের জন্যও ডাকা হয়েছে। যা সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশের লঙ্ঘন বলেই অভিযোগ উঠেছে। আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, চিহ্নিত অযোগ্যদের আবেদন পরবর্তী পর্যায়ে বাতিল করা হবে। কিন্তু মামলাকারীদের বক্তব্য, নিয়মের ফাঁক গলে এই অযোগ্যদের অনেকে শুধু পরীক্ষায় অংশ নেননি, বরং পাশও করেছেন। তাঁদের নাম ফলাফলের তালিকায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আরও পড়ুন- SIR ফর্ম পূরণের সময় ভুল করেছেন? পেন-পেন্সিল দিয়ে কেটেছেন? 'দুর্ভোগ' এড়াতে পড়ুন এই খবর! এই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা মামলাটি গ্রহণ করেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানানো হয়েছে। মামলাকারীদের আরও অভিযোগ, অযোগ্যদের পুনরায় সুযোগ দেওয়া হলেও প্রকৃত যোগ্য চাকরি–হারানোদের অনেকেই তাঁদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ফলে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। আরও পড়ুন- South 24 Parganas News:দলীয় অভিমান না রাজনৈতিক কৌশল? ডাকাবুকো BJP নেত্রীর দলত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা! এসএসসি ইতিমধ্যেই একাধিক আইনি জটিলতায় জড়িয়ে ছিল। তার ওপর নতুন করে এই মামলা শিক্ষক নিয়োগের নিরপেক্ষতা এবং ন্যায্যতা নিয়ে আবারও বিতর্ক বাড়াল। এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রাজ্যের হাজারো শিক্ষক–প্রার্থী।
Bangladesh: দেখলেই চালাতে হবে গুলি, কেন এমন নির্দেশ?
এরপরই বাংলাদেশে জোর গুঞ্জন শুরু হয়েছে,হাসিনার পতন যে কারণে, সেই ভুলই ফের একবার করতে যাচ্ছে না তো ইউনূস সরকার? মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ, সোমবার হাসিনা সহ তিনজনের সাজা ঘোষণা করা হবে। হাসিনার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। অভিযোগ, জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Director Rajiv Rai: সেনা শাসনের ঝুঁকি! রাতের নিয়ম ভাঙায় গ্রেপ্তার হন অভিনেতারা
Director Rajiv Rai: রাজীব রাই পরিচালিত ১৯৯২ সালের অ্যাকশন-থ্রিলার বিশ্বাত্মা ভারতীয় সিনেমার ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে। কারণ এটি ছিল প্রথম ছবি যার বৃহৎ অংশের শুটিং কেনিয়ায় সম্পন্ন হয়েছিল। নাইরোবি ও মোম্বাসার মনোরম লোকেশনে ছবির উল্লেখযোগ্য দৃশ্যগুলি ধারণ করা হয়। তবে বিদেশে শুটিংয়ের অভিজ্ঞতা যতটা রোমাঞ্চকর ছিল, ততটাই ঘটনাবহুলও। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক রাজীব রাই জানিয়েছেন, শুটিং চলাকালীন ছবির দুই অভিনেতাকে নাইরোবিতে গ্রেপ্তার করা হয়েছিল। দ্য ফ্রাইডে টকিজকে দেওয়া সাক্ষাৎকারে, আফ্রিকা বেছে নেওয়ার কারণ জানতে চাওয়া হলে রাজীব জানান, বিশেষ কোনও পরিকল্পিত কারণ ছিল না। গল্পের প্রয়োজনেই খলনায়কের বিদেশে পালানোর অংশ রাখা হয় এবং তাঁর মতে, আফ্রিকা তখন তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য শুটিং লোকেশন ছিল। তাছাড়া তাঁর সেখানকার কিছু ব্যক্তিগত যোগাযোগও ছিল, যা শুটিংয়ে সহযোগিতা করেছে। হারিয়ে গেল ছেলেবেলা, প্রয়াত বিখ্যাত টিভি লেখক পরিচালক পরে জানান যে নাইরোবির কঠোর নিয়মাবলী না মানায় দুই অভিনেতার বিপদে পড়তে হয়। সেখানে রাতের বেলায় শহরে হাঁটাহাঁটি করা নিষিদ্ধ ছিল এবং বিদেশিদের কাছে ডলার রাখাও নিয়মের বিরুদ্ধে। স্থানীয় নিয়ম অনুযায়ী, কেউ ডলারসহ ধরা পড়লে প্রাণনাশের ঝুঁকিও ছিল। সেই পরিস্থিতিতেই রাত আড়াইটার সময় দুই অভিনেতা নিয়ম ভেঙে বাইরে বের হন এবং পুলিশের হাতে আটক হন। ঘটনার পর রাজীব রাইয়ের ঘনিষ্ঠ স্থানীয় পরিচিতদের মাধ্যমে দুই অভিনেতাকে ছাড়া হয়। পরে পুরো ইউনিটকে সতর্ক করা হয়, যাতে তারা কোনো অবস্থাতেই রাতে বের না হন। রাজীব বলেন, আফ্রিকার সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ছিল সামরিক-শাসিত পরিবেশের মতো, যেখানে কঠোর নিয়ম ভঙ্গের ফল হতে পারত মারাত্মক। তাই বিদেশে শুটিং করতে গেলে স্থানীয় আইন-সংস্কৃতিকে সম্মান করেই চলতে হয়। Khesari Lal Yadav: রাজনীতির ময়দানে ভো-কাট্টা! বিরাট ব্যবধানে পিছিয়ে অভিনেতা কেশরী লাল যাদব সানি দেওল ও নাসিরুদ্দিন শাহ ছাড়াও ছবিতে অভিনয় করেন চাঙ্কি পান্ডে, সোনম, দিব্যা ভারতী, অমরীশ পুরি, রাজা মুরাদ ও জ্যোৎস্না সিং। বিশ্বাত্মা আজও ভারতীয় অ্যাকশন সিনেমার একটি স্মরণীয় অধ্যায়।
লালকেল্লার সামনে কাশ্মীরি সমস্যার বোমা ফেটেছে! দিল্লি বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্য মেহবুবার
দেশজুড়ে 'বিষাক্ত পরিবেশ' তৈরির অভিযোগ করেন মুফতি।
‘আল্লা জীবন দিয়েছেন, তিনিই নেবেন, পরোয়া করি না’, রায়ের আগে অডিও বার্তা হাসিনার
আগামী দিনে বাংলাদেশে আওয়ামি লিগ আরও শক্তিশালী হবে বলেই আশা হাসিনার।
Weather Update |শীতের পথে বাঁধা! বাড়ল বঙ্গের তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের পথে বাঁধা! সোমবার সকালে ফের বাড়ল বঙ্গের তাপমাত্রা। পূবালি হাওয়ার জেরে এমন ছন্দপতন বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া (Weather Update) নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস? সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। হাওয়া বদল হবে রাজ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) ক্রমশ […] The post Weather Update | শীতের পথে বাঁধা! বাড়ল বঙ্গের তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট? appeared first on Uttarbanga Sambad .
CV Ananada Bose: রাজভবনে বোমা খুঁজতে বম্ব স্কোয়াড ডাকলেন রাজ্যপাল
Raj Bhavan: শনিবার চঁচুড়ায় 'তৃণমূলের লিগ্যাল সেলের' একটি সভায় উপস্থিত হন সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকে একের পর এক 'বোমা' ফাটাতে থাকেন। প্রথমে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তারপর রাজ্যপালের 'ব্যালটে ভোট' দেওয়ার বক্ত্যবের প্রেক্ষিতে মন্তব্য করে বলেন, রাজ্যপালকে আগে বলুন যেন উনি বিজেপির ক্রিমিনালদের রাজভবনে ঠাঁই দেওয়া বন্ধ করেন।
‘দক্ষিণ আফ্রিকা এখন কেবল পেস বোলিংয়ের দেশ নয়’, স্পিনারদের প্রশংসায় প্রোটিয়া কোচ
আর কী বলেছেন শুকরি কনরাড?
Sheikh Hasina Verdict Live: বাংলাদেশে উত্তেজনার পারদ চরমে। বহিষ্কৃত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করতে চলেছে। রায়ের আগে থেকেই দেশজুড়ে চরম অস্থিরতা। প্রতিবাদে আওয়ামী লীগ দেশব্যাপী সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছে, যদিও ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। ফলে পুরো দেশজুড়ে হাই-অ্যালার্ট জারি করা রয়েছে। এরই মধ্যে শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি সমর্থকদের রাস্তায় নেমে প্রতিবাদ আরও তীব্র করার আহ্বান জানিয়েছেন। রাজধানীতে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মহাম্মদ সাজ্জাদ আলী নির্দেশ দিয়েছেন, কেউ যদি পুলিশের ওপর হামলা চালায় বা হিংসায় উস্কে দেয়, তবে তাদের দেখা মাত্রই গুলি চালানো হবে। আরও পড়ুন- দলীয় অভিমান না রাজনৈতিক কৌশল? ডাকাবুকো BJP নেত্রীর দলত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা! নীতীশের শপথের চূড়ান্ত প্রস্তুতি, আজই পদত্যাগ, কোন ফর্মূলায় মন্ত্রীসভা গঠন? SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ভয়ঙ্কর দুর্ঘটনা, সৌদিতে হজে গিয়ে কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যু, শোকপ্রকাশ ওয়েইসির
Ravindra Jadeja in Rajasthan Royals: ৪ কোটি টাকা কম! তবুও কেন রাজস্থানে নাম লেখালেন জাদেজা?
Moubani Sorcar Wedding: পার্টনারের খুঁজতে গিয়ে হতাশা 'আমি দীর্ঘদিন ধরে মনের মতো পার্টনার খোঁজার চেষ্টা করেছিলাম। বহুবার নিজের কল্পনায় পার্টনারকে এঁকেছি। কিন্তু, যতবার আমি এই কাজটা করেছি ততবারই প্রত্যাশা বেড়ে গিয়েছে। আমার ভাবনার সঙ্গে তাল মিলিয়ে সঙ্গী পাওয়া বাস্তবে সম্ভব নয় সেটা বুঝেছিলাম। শুধু তাই নয় প্রত্যাশা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন হতাশা আমাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। বাবা-মা আমাকে ওই পরিস্থিতি থেকে বাঁচিয়েছেন।' বাবা-মায়ের পরামর্শ 'ওঁরা আমাকে বোঝান এভাবে জীবনে চলা সম্ভব নয়, কাউকেই পছন্দ হচ্ছে না এটা হতে পারে না। বাবা-মা বলেছিলেন, তুমি আসলে কাউকে সুযোগটাই দাওনি। আমি ওঁদের কথা শুনে ভাবনায় পরিবর্তন আনি, যদিও সম্বন্ধ করে বিয়েতে একেবারেই বিশ্বাসী নই। সবসময় প্রেমের বিয়ের প্রতিই ঝোঁক ছিল। বাবা-মায়ের লাভ ম্যারেজ, ছোট থেকে সেটাই দেখেছি। বন্ধুবান্ধবদেরও দেখেছি ওঁরা প্রেমের বিয়েতে কত সুখী। আমারও ইচ্ছে হতো, তবে নিজের জীবন থেকে একটা শিক্ষা অর্জন করেছি। সেটা হল আমরা লাভ আর অ্যারেঞ্জ ম্যারেজ দুটোকে উত্তর আর দক্ষিণ মেরুর মতো আলাদা করে দেখি।' ভাবনায় বদল 'আমার মনে হয় যাঁরা লাভ ম্যারেজে বিশ্বাসী তাঁরা নিজের পছন্দ মতো একজন জীবনসঙ্গীকে খুঁজে নেয়। এরপর তাঁর সঙ্গেই পুরো জীবন কাটাতে অঙ্গীকারবদ্ধ। যখন আমি অ্যারেঞ্জ ম্যারেজের প্রসেসটায় এন্ট্রি নিলাম তখন বুঝলাম দুটো কিন্তু খুব একটা আলাদা নয়। বেশ কয়েকজন মানুষকে না বলার পর একজনকে হ্যাঁ বললাম। তখন নিজেরই মনে হল সবাইকে ছেড়ে কী ভাবে এই মানুষটাকে হ্যাঁ বললাম, নিশ্চয়ই আমি তাঁর মধ্যে কিছু একটা দেখেছি বা ভাল লেগেছে। সেটা কখন কীভাবে হল আজও বুঝতে পারি না।' আরও পড়ুন চুপিসারে সিঙ্গল টু মিঙ্গল, গোপনে কেন বিয়ের সিদ্ধান্ত জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপালির? প্রথম দেখা 'আমার মনে আছে আমি যেদিন প্রথমবার আমার হবু বরের সঙ্গে দেখা করি সেদিন আমি একদম চুপ ছিলাম। অথচ আমি সকাল থেকে রাত বকবক করি সেটা সকলে জানে। কিন্তু, সেদিন ও আমাকে বারবার বলছিল, তুমি কী কোনও কথা বলবে না? আসলে সেই মুহূর্তে মনের ভিতর উথাল পাতাল হচ্ছিল। তবে ওঁর সঙ্গে পরিচয় হওয়ার পর অ্যারেঞ্জ ম্যারেজ সম্পর্কে ধারণাটা আমার পুরো বদলে গিয়েছে। কার জীবনে কখন পার্টনার এসে যাবে, কোন পরিস্থিতিতে তাঁদের দেখা হবে সেটা কিন্তু, কারও হাতে নেই। তবে সম্বন্ধ করে বিয়ে হলেও খোলা আকাশের মতো যদি উদারতা দিয়ে উলটো দিকের মানুষটার মন পড়ার চেষ্টা করা হয় তখনই বোঝা যায় প্রকৃত পার্টনার সামনেই আছে।' মৌবনীর আকাঙ্খা 'এখন আমার আর হবু শ্বশুরবাড়ি দুই পরিবারই এক সুতোয় বাঁধা পড়েছে। আর দুই তরফই ভীষণ সাপোর্টিভ। তাঁরা আমার প্রতিভায় বিশ্বাসী। ওঁরা বিশ্বাস করেন আমি দেশের হয়ে, জাতির হয়ে ভাল কিছু একটা করব। আমিও তাঁদের প্রত্যাশা পূরণ করতে চাই, আমার কারণে যেন কখনও কেউ হতাশ না হয় সেই দিকে খেয়াল রাখব। প্রত্যেককে আমি যেন ভালবাসায় বেঁধে রাখতে পারি। বিয়ের পর সব দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। মা-ঠাম্মিদের দেখেছি সংসারে মহিলাদের গুরুত্ব ঠিক কতখানি।' আরও পড়ুন সই বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে মন খারাপ 'রাঙা বউ' শ্রুতির, কেন আড়ম্বরহীন জীবনের বিশেষ দিন? ভালবাসার স্টুডিওপাড়া 'অনেকেই ভাবেন ফিল্ম ইন্ডাস্ট্রি খুব খারাপ। কিন্তু, আমার কাছে ওটা খুব শান্তির জায়গা। প্রত্যেকে আমাকে খুব ভালবাসেন, স্নেহ করেন। বিয়ের শুভেচ্ছাবার্তায় আমার ফোনের মেসেজ বক্স উপচে পড়ছে। তাঁরা কিন্তু, অভিনেত্রী মৌবনী সরকারকে নয়, কাছের একজন মানুষকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে। যতটা ভালবাসা আমি সকলের থেকে পেয়েছি তার দ্বিগুণ আমি তাঁদের ফিরিয়ে দিতে চাই।' আরও পড়ুন 'কখনও বউ বলে মনে হয়নি', বিবাহবার্ষিকীতে মানালির 'মন কি বাত'
Saudi Arabia |সৌদি আরবে বাস-ট্যাংকার সংঘর্ষ, নিহত তেলেঙ্গানার ৪২ উমরাহ যাত্রী
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সৌদি আরবে বাস-ট্যাংকার সংঘর্ষে তেলেঙ্গানার ৪২ জন উমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাচ্ছিল উমরাহ যাত্রীবোঝাই একটি বাস। সেই সময় মুফরিহাটের কাছে ডিজেলবোঝাই ট্যাংকারের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রী নিহত হয়েছেন […] The post Saudi Arabia | সৌদি আরবে বাস-ট্যাংকার সংঘর্ষ, নিহত তেলেঙ্গানার ৪২ উমরাহ যাত্রী appeared first on Uttarbanga Sambad .
উমরাহ যাত্রায় ভয়াবহ দুর্ঘটনা, বাস-ট্যাঙ্কার সংঘর্ষে সৌদিতে মৃত্যু ৪২ ভারতীয়ের
মৃত ৪২ জন হায়দরাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে।
‘শ্বশুরবাড়িটাই মেয়েদের একমাত্র বাড়ি নয়’, লালুর পরিবারে ভাঙনের মধ্যে ‘বোন’রোহিণীর পাশে চিরাগ
চিরাগ জানিয়েছেন, এরকম পারিবারিক দ্বন্দ্বের শিকার হয়েছেন তিনি নিজেও।
Sheikh Hasina verdict : বাংলাদেশে উত্তেজনার পারদ চরমে। বহিষ্কৃত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করতে চলেছে। রায়ের আগে থেকেই দেশজুড়ে চরম অস্থিরতা। এর প্রতিবাদে আওয়ামী লীগ দেশব্যাপী সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছে, যদিও ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। ফলে পুরো দেশজুড়ে হাই-অ্যালার্ট জারি করা রয়েছে। আরও পড়ুন- West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি? এরই মধ্যে শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি সমর্থকদের রাস্তায় নেমে প্রতিবাদ আরও তীব্র করার আহ্বান জানিয়েছেন। বার্তা প্রকাশের পরপরই ঢাকার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর । রবিবার রাতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে দুটি বিস্ফোরণ হয়, আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে কারওয়ান বাজারে। সৌভাগ্যক্রমে কোনও হতাহতের খবর নেই। আরও পড়ুন- Abhishek Banerjee: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটারদের মন পেতে নয়া ট্যাকটিক্স অভিষেকের, ঘুম উড়ল বিজেপির রাজধানীতে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মহাম্মদ সাজ্জাদ আলী নির্দেশ দিয়েছেন, কেউ যদি পুলিশের ওপর হামলা চালায় বা হিংসায় উস্কে দেয়, তবে তাদের দেখা মাত্রই গুলি চালানো হবে। শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ—২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র বিক্ষোভ চলাকালীন হিংসাকে উস্কে দেওয়া ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করা। মামলার শুনানি শেষ হয় ২৩ অক্টোবর, এবং আজ সাজা ঘোষণা হবে। আরও পড়ুন- West Bengal News Updates: পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ, 'কার দালালি করছে' প্রশ্ন মমতা ঘনিষ্ঠ মন্ত্রীর বন্ধের প্রভাবে রবিবার বাংলাদেশের অনেক শহরে জনজীবন কার্যত স্তব্ধ। রাস্তাঘাট ফাঁকা, বাজার-দোকান কার্যত বন্ধ রয়েছে। দলীয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন গোপন আস্থানা থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন। এদিকে শেখ হাসিনা তার বিরুদ্ধে অভিযোগগুলি ‘মিথ্যা’ বলে দাবি করেছেন। তবে রায়ের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি যে ক্রমেই সংকটের দিকে এগোচ্ছে, তা পরিষ্কার।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জুলাই গণহত্যার মামলায় সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল। হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ‘সুনির্দিষ্ট পাঁচটি’ অভিযোগে বিচার শুরু করে ট্রাইবিউনাল। এই মামলায় সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। রায় ঘোষণার আগে আমেরিকা থেকে বার্তা দিলেন হাসিনা পুত্র সাজীব ওয়াজেদ জয়। কর্মসূত্রে আমেরিকাতেই থাকেন তিনি। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে […] The post Sheikh Hasina verdict | ‘মা’কে মৃত্যুদণ্ডই দেবে ওরা, তা নিয়ে চিন্তিত নই’, রায় ঘোষণার আগে বললেন হাসিনা-পুত্র জয় appeared first on Uttarbanga Sambad .
SIR ফর্ম পূরণের সময় ভুল করেছেন? পেন-পেন্সিল দিয়ে কেটেছেন? 'দুর্ভোগ' এড়াতে পড়ুন এই খবর!
SIR form correction: রাজ্যজুড়ে দ্রুত গতিতে চলছে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা বা এসআইআর (SIR) প্রকল্পের কাজ। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করাতে ব্যস্ত ব্লক লেভেল অফিসাররা (BLO)। তবে ফর্ম পূরণের সময় বহু ভোটারই ভুল করে ফেলছেন—কখনও ভুল তথ্য লেখা, কখনও অক্ষর বাদ পড়ে যাওয়া। ফলে বাধ্য হয়েই সেই ভুল অংশ কাটতে বা হোয়াইটনার দিয়ে সংশোধন করতে হচ্ছে। এক্ষেত্রে কীভাবে সংশোধন করবেন—সেই স্পষ্ট নির্দেশিকা জানাল নির্বাচন কমিশন। ফর্মে ভুল হলে কী করবেন? টিভি৯ বাংলা রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীকে ঊদ্ধৃত করে জানিয়েছে, SIR ফর্ম পূরণের সময় ভুল হলে সেই ভুল জায়গাটি একটি পেন দিয়ে একটানা লাইনে কাটতে হবে। ভুল অংশ কাটার পর ঠিক তথ্য বা অক্ষরটি পাশে লিখতে হবে এবং তার ঠিক নীচে বা পাশে সংশোধনকারীর সই থাকতে হবে। আরও পড়ুন- South 24 Parganas News:দলীয় অভিমান না রাজনৈতিক কৌশল? ডাকাবুকো BJP নেত্রীর দলত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা! তিনি আরও জানান, প্রত্যেক আবেদনকারীকেই এসআইআর-এর দুটি অ্যানেক্সার ফর্ম দেওয়া হচ্ছে। যে ফর্মে কম ভুল হবে সেটি জমা দেবেন BLO-কে। যে ফর্মে বেশি ভুল হবে, সেটি সংশোধন করে নিজের কাছে রেখে দিতে পারেন। BLO–দের ক্ষোভ বাড়ছে রাজ্যজুড়ে সমীক্ষা দ্রুত গতিতে এগোলেও কাজের চাপ বাড়ছে BLO–দের ওপর। অভিযোগ, তাঁদের নিয়মিত দপ্তরীয় দায়িত্বের পাশাপাশি বাড়ি বাড়ি সমীক্ষার কাজ সামলাতে হচ্ছে। ফলে অতিরিক্ত কর্মচাপের কারণে বিভিন্ন এলাকায় BLO–দের বিক্ষোভ দেখা যাচ্ছে। আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল সোমবার কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের দল এসবের মধ্যেই সোমবার রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেই তাঁরা এসআইআর–এর অগ্রগতি, সমীক্ষা সংক্রান্ত সমস্যাবলি এবং মাঠপর্যায়ে BLO–দের কাজের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন। আরও পড়ুন- West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি?
HC On SSC: মামলাকারীর বক্তব্য, একাদশ দ্বাদশের ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে, বেশ কয়েকজন অযোগ্যের নাম রয়েছে তালিকায়। এমনকি তাঁদের কয়েকজন ইন্টারভিউতেও ডাক পেয়েছেন। শুধু তাই নয়, একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষকদের নামেক তালিকায় নাম রয়েছে ক্লার্কদেরও।
SBI Online Transaction: বন্ধ হচ্ছে State Bank Of India-এর এই সুবিধা, এবার চাপ পড়তে পারেন আপনিই!
State Bank Of India Online Transaction, mCash: OnlineSBI ও YONO Lite প্ল্যাটফর্মে mCASH পরিষেবাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে, ডিসেম্বরের ১ তারিখ থেকে মোবাইল নম্বর বা ইমেল আইডি ব্যবহার করে টাকা পাঠানো বা ক্লেম করা যাবে না।
Abhishek Banerjee: সুজন-অধীরদের পিছনে ফেলে ‘জিতে’ গেলেন অভিষেক
ইতিমধ্যেই মতুয়াদের আন্দোলনে পৌঁছে গিয়েছেন বাম-কংগ্রেস। আর এবার ময়দানে তৃণমূল। মমতাবালা ঠাকুরের সঙ্গে আগেই কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর চিঠি নিয়ে অনশন মঞ্চে যান তৃণমূল কর্মীরা তারপরই সন্ধে অনশনের প্রত্যাহার নিল মতুয়া মহাসংঘ।
Entertainment Latest Live News Updates: যেভাবে প্রেম হল গৌরব-রিধিমার...
Entertainment Latest Live News Updates: Gaurav Chakraborty-Riddhima Ghosh: প্রথম দেখাতেই প্রেম? নাকি ভালবাসার মানুষের বাবাকে দেখে কোনও অভিব্যক্তি প্রথমেই চলে আসে? গৌরব এবং রিধিমার প্রেমের গল্প অনেকেই জানেন। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাঁদের প্রেম এবং তারপর তাঁদের বিয়ে। কিন্তু, প্রথম প্রেমের শুরুটা তাঁদের কীভাবে হয়েছিল?
Nehal Wadhera Catch Controversy: পাকিস্তান ম্য়াচে কেন বাতিল নেহালের ক্যাচ? কী বলছে ICC-র নিয়ম?
India vs Pakistan: ২০২৫ যুব এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের (IND A vs PAK A) এ ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচটি গত রবিবার (১৬ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় আয়োজন করা হয়। এই ম্য়াচে পাকিস্তান ৮ উইকেটে জয়লাভ করেছিল। যদিও এই ম্য়াচে নেহাল বঢেরা (Nehal Wadhera) এবং নমন ধীরের একটি ক্যাচ নিয়ে যথেষ্ট বিতর্ক হয়। একেবারে ক্লিন ক্যাচ নেওয়ার পরও পাকিস্তানের ব্যাটার মাজ় শাদাকতকে আউট দিতে রাজি হননি অন-ফিল্ড আম্পায়ার। এমনকী, শাদাকত নিজেই প্যাভিলিয়নের উদ্দেশে রওনা দিয়েছিলেন। শেষপর্যন্ত, আম্পায়ার তাঁকে মাঠের মধ্যে থাকার নির্দেশ দেন। শেষপর্যন্ত জায়ান্ট স্ক্রিনে নট আউটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। আবারও ব্যাট করার জন্য ফিরে আসেন শাদাকত। India vs Pakistan: লাইভ ম্যাচে ভয়ঙ্কর ঝামেলা, আম্পায়ারের সঙ্গে তুলকালাম জীতেশের! কারণটা জানেন? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তান ইনিংসের দশম ওভারে ইন্ডিয়া এ দলের হয়ে বল করতে এসেছিলেন সূয়শ শর্মা। ওভারের প্রথম বলেই মাজ় শাদাকত মিড উইকেট এবং লং অনের উপর দিয়ে বড় শট হাঁকাতে যান। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ছিলেন নেহাল বঢেরা। তিনি দৌড়তে দৌড়তে এসে ক্যাচটা তালুবন্দি করেন। কিন্তু, যখন নেহাল বুঝতে পারেন যে তাঁর পা বাউন্ডারি লাইন স্পর্শ করবে, ঠিক সেইসময় বলটাকে তিনি সতীর্থ নমন ধীরের দিকে ছুড়ে দেন। নমন বলটাকে সহজেই ক্যাচ ধরেন। এরমধ্যে কোনও ভুল ছিল না। কিন্তু, এরপরও কেন আম্পায়ার আউট দিলেন না? আসুন, জেনে নেওয়া যাক আইসিসি-র নিয়মাবলী। IND vs PAK Controversy: শোধরাবে না পাকিস্তান, ভারতের সামনে ফের 'অসভ্য' ইঙ্গিত কী বলছে ICC-র নিয়ম? ক্যাচ নেওয়ার পরও 'আউট' না দেওয়ার ব্যাপারে সম্প্রতি MCC-র পক্ষ থেকে এক নয়া নিয়ম লাগু করা হয়েছে। আর এই নিয়মের কারণেই রবিবাসরীয় ম্য়াচে আউট হলেন না মাজ় শাদাকত। নিয়মাবলীর ১৯.৫.২ ধারা অনুসারে, যদি কোনও ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে হাওয়ায় লাফ দেওয়ার পর বলটাকে দ্বিতীয়বার স্পর্শ করে, তাহলে তাঁকে নির্দিষ্ট সীমারেখার (land inside the field of play) মধ্যেই পা ফেলতে হবে। এই নিয়মটি রিলে ক্যাচ অর্থাৎ একজন ফিল্ডার যদি অন্য ফিল্ডারের হাতে বল পাঠিয়ে দেন, সেক্ষেত্রে এই একই নিয়ম প্রযোজ্য হবে। Ashutosh Sharma Out Controversy: আদৌ আউট ছিলেন আশুতোষ? পাকিস্তানের বিরুদ্ধে 'চোরামি'র শিকার ভারতীয় ব্যাটার যদি ওই ক্যাাচ সম্পূর্ণ করার আগে প্রথম ফিল্ডার মাঠের মধ্যে প্রবেশ করতে না পারেন, সেক্ষেত্রে শটটা চার কিংবা ছয় রান হিসেবেই ধরা হবে। যদিও দ্বিতীয় ফিল্ডার ক্যাচটি তালুবন্দি করেন। ভারত বনাম পাকিস্তান ম্য়াচে নমন ধীর যতক্ষণে ক্যাচটা ধরেছিলেন, ততক্ষণের মধ্যে নেহাল মাঠের মধ্যে পুনরায় প্রবেশ করতে পারেননি। আর সেকারণেই তৃতীয় আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত জানিয়েছে।
Bihar |বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠান বিহারে, ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে (Bihar) বিপুল সংখ্যক আসনে জিতে ক্ষমতায় এসেছে এনডিএ (NDA)। জানা গিয়েছে, বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Elections) জয়ের পর এবার নতুন এনডিএ সরকার ২০ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার শপথ নিতে চলেছে। পাটনার (Patna) গান্ধি ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। ফের মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)? রাজনৈতিক মহলের একাংশ মনে […] The post Bihar | বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠান বিহারে, ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ? appeared first on Uttarbanga Sambad .
Kartik Puja 2025: বাংলা সংস্কৃতিতে কার্তিক পূজো এক বিশেষ স্থান দখল করে আছে। বহু ঘরে এখনও বিশ্বাস করা হয় যে ভগবান কার্তিক পুত্রপ্রদানকারী দেবতা। কিন্তু সত্যিই কি তিনি শুধুই সন্তান লাভের দেবতা? তাঁর পূর্ণ পরিচয় কি এতটাই সীমাবদ্ধ? পুরাণ, তন্ত্রগ্রন্থ ও আঞ্চলিক ঐতিহ্য বিশ্লেষণ করলে দেখা যায়—কার্তিক মূলত শৌর্য, তেজ, কামকলার দক্ষতা, পুরুষ সৌন্দর্য, যুদ্ধবিদ্যা ও বিজয়ের দেবতা, যাঁর রূপ ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে পূজিত হয়। নানা পরিচয়ে উদ্ভাসিত কার্তিক কার্তিক দেবতার পরিচয়ের মধ্যে রয়েছে বহু স্তর। দক্ষিণ ভারতে তিনি মুরুগন বা সুব্রহ্মণ্যস্বামী নামে পরব্রহ্মস্বরূপ। আবার বাংলায় তিনি অবিবাহিত এবং দেবী ষষ্ঠী—যিনি দুর্গার অংশ—কার্তিকের মাতৃরূপেই পূজিত। অন্যদিকে দক্ষিণ ভারতীয় পুরাণ অনুসারে তাঁর দুই পত্নী—দেবসেনা ও বল্লী। দেবসেনা-ই বাংলায় ষষ্ঠীর রূপ বলে মনে করা হয়। শুধু তাই নয়, মনে করা হয় যে কার্তিকের ছয়টি মাথা। এই ভিন্নধর্মী উপস্থাপনাগুলোই বোঝায়—কার্তিক এক্সক্লুসিভভাবে কোনও এক ভূমিকায় সীমাবদ্ধ নন। তিনি বহুস্তরীয় শক্তির আধার। আরও পড়ুন- প্রয়াণ দিবসে শ্রদ্ধা বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতার নানা অজানা দিক ফিরে দেখা কার্তিকের জন্মগাথা পুরাণে অত্যন্ত চিত্তাকর্ষক। মহাদেব ও পার্বতীর মিলনে তাঁর সৃষ্টি হলেও জন্মের সঙ্গে সঙ্গেই অগ্নিদেব তাঁকে হরণ করেন। কিন্তু অগ্নিও তাঁর তেজ সহ্য করতে পারেননি। তাই শিশুটিকে অগ্নি নিক্ষেপ করেন গঙ্গায়। সেই থেকেই কার্তিক 'অগ্নিপুত্র' নামে পরিচিত। পরে গঙ্গা তাঁকে ছয়জন কৃতিকা বা নক্ষত্র মাতার হাতে তুলে দেন। ছয় মাতার দুধ পান করতে গিয়ে তাঁর ছয়টি মুখের উৎপত্তি হয়—এ কারণেই তিনি ষড়ানন। আরও পড়ুন- শ্বাসযন্ত্রকে শক্তিশালী করতে নিয়মিত খান এই ৬ খাবার! পার্বতী তাঁর নাম রাখেন স্কন্দ, অর্থাৎ যিনি অপ্রতিরোধ্য তেজে এগিয়ে যান। আবার মহাপরাক্রমী তারকাসুর বধের কারণে তিনি তারকান্তক নামে পরিচিত হন। দেবতাদের সেনাপতি–রূপে তাঁর প্রতিষ্ঠা যুদ্ধকলায়। যা তাঁর অসম্ভব দক্ষতাকে তুলে ধরেছে। ভারতীয় উপকথায় তাঁকে, 'শূরদের শিরোমণি' বলা হয়। কিন্তু তাঁর জীবনেও ছিল গভীর বেদনা। জন্মের মুহূর্তে হরণ, অগ্নির ত্যাগ, গঙ্গার পরিত্যাগ, আবার কৃতিকা মায়েদেরও ছাড়তে হয় অস্ত্রশিক্ষার জন্য। শৈশব থেকেই তাই তিনি এক অদম্য বীর, কিন্তু একইসঙ্গে একাকী যোদ্ধা। আরও পড়ুন- এই সব মাছ খেয়ে কমান হৃদরোগ! সপ্তাহে মাত্র ২ বার খেলেই বিরাট উপকার তারকাসুর বধের পর যখন দেবতারা তাঁকে আশীর্বাদ করছিলেন তখন শিব তাঁকে বর দেন—'তুমি জগতের সবকিছু ভোগ করবে'। তখন এই বর-প্রভাবেই দেবপত্নীরা তাঁর প্রতি আকৃষ্ট হন। দেবলোকের এই পরিস্থিতি তাঁকে অস্বস্তিতে ফেলে এবং তিনি নীরবে উত্তরভারত ছেড়ে দক্ষিণে শ্বেতপর্বতে আশ্রয় নেন। সেখানেই তিনি মুরুগন রূপে অসুরদমন ও জ্ঞানদানের মাধ্যমে দেবত্বের নতুন মাত্রা লাভ করেন। একটি পুরাণকাহিনি অনুযায়ী, দক্ষিণে তিনি নাকি মহাদেবেরই দীক্ষাগুরু হয়েছিলেন। আরও পড়ুন- কেনার দরকার নেই, এই সবজি দিয়েই ঘরে বানান দুর্দান্ত ফেসওয়াশ, মুখ হবে ঝলমলে! এই কারণে দক্ষিণ ভারতে কার্তিক শুধুই সন্তানপ্রদানকারী বা কামকলার দেবতা নন—তিনি পরব্রহ্ম, তেজস্বী, যোদ্ধাদের দেবতা এবং জ্ঞানদাতা। কিন্তু বাংলায় সময়ের সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে এক ধরনের হালকা মজা, ব্যঙ্গ, উপহাস তৈরি হয়েছে—'ক্যালানে কার্তিক' শব্দবন্ধ তারই উদাহরণ। লোকসংস্কৃতির অংশ হলেও এই ভাবমূর্তি তাঁর প্রকৃত মহিমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলার পতিতাপল্লীগুলোতে কার্তিক পূজোর প্রচলনও এসেছে তাঁর কামকলার প্রতীকরূপে পরিচিতি থেকে। তবে তাঁর পূজার মূল তত্ত্ব—শৌর্য, শক্তি, পবিত্রতা, যুদ্ধবিদ্যা, বিজয় এবং সৌন্দর্য। কার্তিক পূজোর সময়ও জ্যোতিষশাস্ত্রনির্ভর। সূর্য যখন তুলা থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেন, অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনে, পালিত হয় এই পূজো। ২০২৫ সালে সূর্যরাশি পরিবর্তন হয়েছে ১৬ নভেম্বর দুপুর ১:৩৮-এ। পঞ্জিকা অনুযায়ী, কার্তিক পূজোর শুভ সময়— ১৭ নভেম্বর বিকেল ৫:০৮ থেকে ৬:৪৮ এবং রাত ৮:১৫ থেকে ১০:১১। এবার সূর্যের এই বিরল রাশি পরিবর্তন এবং কার্তিক তত্ত্বের গভীরতার কারণে ২০২৫-এর কার্তিক পূজোকে বিশেষ শুভ কালে বলে মনে করা হচ্ছে। বহু জ্যোতিষ, পঞ্জিকা প্রণেতা এবং পূজারি মনে করছেন—এই যোগ শতাধিক বছরে একবার আসে। এই বিরল সংযোগে কার্তিকের শক্তি, স্কন্দের তেজ, মুরুগনের জ্ঞান এবং বাংলার লোকবিশ্বাসের মঙ্গল একইসঙ্গে মিলিত হয়েছে। তাই এই কার্তিক পূজো এবার বিশেষ পূণ্যদায়ক বলেই বিশ্বাস।
যৌন সুড়সুড়ি দেওয়া ‘হাউস অ্যারেস্ট’বিতর্ক অতীত, নতুন করে আইনি বিপাকে এজাজ
পুলিশ প্রায় ঘণ্টাতিনেক জিজ্ঞাসাবাদ করে তাঁকে।
ইডেনে হারের পর টিমকে ‘ধমক’গম্ভীরের, সিরিজ জয়ের লক্ষ্যে পেপটক দিলেন বাভুমা
'ভারত নিজেদের জালে নিজেরাই আটকে গিয়েছে', বলছে প্রোটিয়া শিবির।
বারোটা রাজ্যে এসআইআর (SIR) লাগু হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়া চলছে। তার মধ্যেই দেখা গেল এই ছবি। এক সময় বাংলাদেশিরা বেআইনিভাবে ভারতে ঢুকে বসবাস করত। এবার তারা SIR এর ভয়ে বাংলাদেশে ফেরার হিড়িক পড়েছে।
STF: ভোটমুখী বাংলায় আকাঙ্খা মোড়ে গাড়িতে উদ্ধার টাকার পাহাড়!
STF: ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির মালিক-সহ ২ জনকে। গোয়েন্দাদের অনুমান, নিউটাউন থেকেই টানা আনা হচ্ছিল। টাকার উৎসের সন্ধানে বেঙ্গল STF। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালান তদন্তকারীরা। গাড়ি চেকিংয়ের সময়েই উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা।
Bangladesh |হাসিনা মামলার রায়দানের আগে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার বাংলাদেশের (Bangladesh) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে (ICT Verdict) সেদেশের প্রাক্তন প্রধান মন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার প্রস্তুতি চলছে। এই ঘটনায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। তার আগেই রবিবার রাত থেকে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা। যদিও এখনও বিস্ফোরণের জেরে কোনও হতাহতের খবর মেলেনি। তবে ঢাকা এবং সংলগ্ন এলাকাগুলিতে কড়া নিরাপত্তায় মুড়ে […] The post Bangladesh | হাসিনা মামলার রায়দানের আগে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা appeared first on Uttarbanga Sambad .
Sheikh Hasina: ভারতের আশ্রয়ে হাসিনা, আদালত ফাঁসির সাজা দিলে কী করবে বাংলাদেশ?
Sheikh Hasina: মামলা চলাকালীন একাধিকবার নোটিস জারি করার পরও হাজিরা দেননি শেখ হাসিনা। এবার প্রশ্ন হল, আজ যদি বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেয়, তাহলে কীভাবে সেই শাস্তি দেওয়া হবে তাঁকে?
Weather Update: আগামী চার দিনেই বদলাবে হাওয়া! নভেম্বরের শেষ সপ্তাহেই শীত কি জাঁকিয়ে?
West Bengal Kolkata Weather Updates: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আপাতত সেটা শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। তবে তার জেরে বাংলায় কোথাও বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

25 C