Former Chairman of Ghatal Municipality: ঘাটাল থানার দ্বারস্থ হন এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, নিজের পদোন্নতির দাবি করে তাঁকে প্রভাবিত করা হয়েছে। প্রভাবিত করেছেন বিভাস। অভিযোগ, চিঠি দেখিয়ে বিভাসর দাবি করেছেন তাঁকে ফের চেয়ারম্যান পদে উন্নিত করা হয়েছে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকজন আরজেডি নেতাকে ‘হ্যারিকেন’ প্রতীক তুলে দিয়েছিলেন লালুপ্রসাদ যাদব। প্রার্থী হচ্ছেন এক প্রকার নিশ্চিত হতেই লালুর বাসভবন থেকে হাসিমুখে বেরোতে দেখা গিয়েছিল সেই সমস্ত নেতাদের। এদিকে পাটনায় লালুপুত্র তেজস্বী ফিরতেই নেতাদের মুখে হাসি উধাও! বাবা যাদের হাতে ‘হ্যারিকেন’ প্রতীক দিয়েছিলেন, তাঁদের কাছ থেকে প্রতীক ফিরিয়ে নিলেন ছেলে! রীতিমতো বাড়িতে ডেকে […] The post Bihar Assembly Election 2025 | লালু দিয়েছিলেন প্রতীক, ফিরিয়ে নিলেন তেজস্বী! বিধানসভা নির্বাচনের আগে আরজেডিতে বাবা-ছেলের দ্বন্দ্ব? appeared first on Uttarbanga Sambad .
Mohammed Shami: ইডেনে খেলতে এসেই জাতীয় দলের নির্বাচক প্রধানকে একহাত মহম্মদ সামির
Mohammed Shami on Ajit Agarkar: ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধান অজিত আগরকরকে একহাত ভারতীয় পেসারের। জাতীয় দলে ব্রাত্য মহম্মদ সামি। ভারতের দল বাছাইয়ের সময় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর বলেছিলেন সামির ব্যাপারে তাঁর কাছে কোনও আপডেট নেই।
Toto registration:এবার ঘরে বসেই হবে টোটোর রেজিস্ট্রেশন, কীভাবে? খরচ কত? জানুন বিশদে
Toto registration: রাজ্যজুড়ে বেআইনি টোটো চলাচল রুখতে পশ্চিমবঙ্গ সরকার টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও সহজ ও অনলাইনমুখী করেছে। রাজ্যের পরিবহণ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতিটি টোটো মালিককে তাদের যানটির রেজিস্ট্রেশন করাতে হবে নির্দিষ্ট আরটিও (RTO) অফিস বা অনলাইন পোর্টাল parivahan.gov.in–এর মাধ্যমে। নতুন নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রেশনের জন্য কী কী প্রয়োজন? ১. টোটো কেনা সংক্রান্ত নথি (বিক্রয় বিল বা ইনভয়েস) ২. টোটো মালিকের ভোটার কার্ড বা আধার কার্ড ৩. ঠিকানার প্রমাণপত্র,বৈধ বিদ্যুৎ বিল ৪. তিনটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি। প্রথমে আবেদনকারীকে স্থানীয় RTO অফিসে বা অনলাইনে ফর্ম জমা দিতে হবে। যাচাইয়ের পর একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। একইসঙ্গে টোটোর ফিটনেস সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্সও বাধ্যতামূলক করা হয়েছে। আরও পড়ুন- West Bengal news Live Updates:দুর্গাপুরে চিকিৎসক ছাত্রীকে গণধর্ষণ, ঘটনার পুনর্নির্মাণ পুলিশের, আজই জবানবন্দি নির্যাতিতার পরিবহণ দপ্তরের এক কর্তা বলেছেন, “রাজ্যে প্রায় ২.৫ লক্ষ টোটো চলছে, যার মধ্যে অনেকগুলিই এখনও অবৈধ। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলে মালিকরা সরকারি সুবিধা যেমন সাবসিডি, ব্যাটারি পরিবর্তন প্রকল্প, এবং দুর্ঘটনা বিমার সুবিধা পাবেন।” সরকারি সূত্রে জানা গেছে, টোটো রেজিস্ট্রেশনের পর প্রতিটি গাড়িকে ইউনিক কিউআর কোড স্টিকার দেওয়া হবে, যা স্ক্যান করে মালিক ও রেজিস্ট্রেশনের তথ্য জানা যাবে। কীভাবে হবে টোটোর রেজিস্ট্রেশন? ১. প্রথমে টোটো মালিককে Toto Enrollment Number (TTEN WB IN)-এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে। সেখানে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি ইন্টারভিউ পোর্টালে যাওয়া যাবে। আরও পড়ুন- EPFO’র নতুন নীতি: বিশেষ পরিস্থিতিতে জমানো টাকা তুলুন, কীভাবে? জানুন বিশদে ২. এরপর Toto Registration Portal-এ থাকা Apply for TTEN Now অপশনে ক্লিক করতে হবে। ৩. এরপর টোটো ড্রাইভারের মোবাইল নম্বর লিখে Send Otp অপশনে ক্লিক করতে হবে। এই কাজ হয়ে গেলে OTP বসিয়ে ভেরিফাই করতে হবে। ৪. এর পরের ধাপটি হলো Apply for TTEN-এ ক্লিক করা। টোটো ড্রাইভারের আধার কার্ডের নম্বর লিখে নিচের বক্সে গিয়ে Send Otp অপশনে ক্লিক করতে হবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত সেখানেই এবার যাবে OTP। সেটা যথাস্থানে বসিয়ে ভেরিফাই করতে হবে। আরও পড়ুন- লুধিয়ানায় আজতকের অঞ্জনা ওম কাশ্যপ, আরুণ পুরি ও ইন্ডিয়া টুডে গ্রুপের বিরুদ্ধে মামলা ৫. আধার কার্ড অনুযায়ী নাম, ঠিকানা ও ফটো ধাপে ধাপে চলে আসবে। Next অপশনে ক্লিক করতে হবে। ৬. পরবর্তী পেজ খুললে Toto-এর ডিটেলস দিতে হবে। অর্থাৎ কোম্পানির নাম, টোটোর গায়ের রং, মোটর নম্বর দিয়ে ফের Next-এ ক্লিক করুন। ৭. পরবর্তী পেজে টোটোটি কোন ডিলারের কাছ থেকে কেনা হয়েছে, তাঁর নাম ও ঠিকানা উল্লেখ করুন এবং Next-এ ক্লিক করুন। ৮. এবার টোটোর রশিদ আপলোড করতে হবে এবং ফাইনাল সাবমিট করে দিতে হবে। তাহলেই বেরিয়ে আসবে টোটোর রেজিস্ট্রেশন নম্বর। ৯. এরপর নির্দিষ্ট অঙ্কের টাকা পেমেন্ট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই রেজিস্ট্রেশনের পর দিন সাতেকের মাথায় সার্টিফিকেট মিলবে। এছাড়াও নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগইন করলে স্ট্যাটাসও দেখে নিতে পারবেন। আরও পড়ুন- Dipak Sarkar passes away:বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা দীপক সরকার টোটো রেজিস্ট্রেশনের খরচ কত? টোটো রেজিস্ট্রেশনের জন্য এবং এক বছরের রিনিউয়াল ফি মোট ধরে পড়বে ১৭৪০ টাকা। অনলাইনে এই টাকাটা পে করতে হবে। এছাড়াও রেজিস্ট্রেশন এবং ১৮ মাসের রিনিউয়াল ফি সহ মোট ২৯৪০ টাকাও অনলাইন পেমেন্ট করতে পারেন। আদামী ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি টোটোকে রেজিস্ট্রেশনের কাজটা সেরে ফেলতে হবে। যে কোনও ধরনের সমস্যায় পড়লে পরিবহণ দপ্তরে গিয়ে যোগাযোগ করা যেতে পারে।
ফেডারেশনের সংবিধান সংশোধনে কি লাগবে সুপ্রিম অনুমতি? কোন পথে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ
এক ব্যক্তি, এক পদের নীতি কি হবে ফেডারেশনের কমিটিতে?
‘সুন্দরী বললে নিশ্চয়ই রাগ করবেন না?’গাজা শান্তি সম্মেলনে মেলোনিতে মুগ্ধ ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য শুনে হেসে ফেলেন মেলোনি।
Rajganj |ট্রাংকে ফিরল দেবী চৌধুরানির বাঘের মূর্তি
পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: রাজগঞ্জের (Rajganj) শিকারপুরের দেবী চৌধুরানি ও ভবানী পাঠক মন্দিরের ছয়টি পাথরের বাঘ ফের ট্রাংকবন্দি হল। সম্প্রতি জেলা শাসকের হেপাজত থেকে বাঘের মডেলগুলিকে নিয়ে এসেছিল মন্দির কমিটি। মন্দিরে সেগুলি একদিন মাত্র সাজিয়ে রাখার পর ফের ট্রাংকে ভরে রেখে দেওয়া হয়েছে। আর এতেই এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে মন্দির পুনর্নির্মাণ ও […] The post Rajganj | ট্রাংকে ফিরল দেবী চৌধুরানির বাঘের মূর্তি appeared first on Uttarbanga Sambad .
IND vs WI: ক্যারিবিয়ানদের উড়িয়ে দিল ভারত, টেস্ট ক্রিকেটে গিল জমানার ‘শুভ শুরুয়াত’
IND beat WI in Test Series: টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতলেন পঞ্জাবের ছেলে। প্রথম টেস্টে বড্ড একপেশে ও ভারতের দাপুটে জয় দেখা গিয়েছিল। আর দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ লড়াই করল, কিন্তু গৌতম গম্ভীরের ছেলেদের আটকে দিতে পারল না।
দলমার দাঁতালদের হানা বাঁকুড়ায়, হাতির পাল তাড়াতে ঘাম ছুটছে বনকর্মীদের
নষ্ট হচ্ছে মাঠের ফসল।
Adventure Bike: গতির দুনিয়ায় এবার তুফান, বাজারে নতুন বাইক আনছে টিভিএস
Adventure Bike in India : ভারতের জনপ্রিয় টু-হুইলার সংস্থা টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) তাদের প্রথম অ্যাডভেঞ্চার মোটরসাইকেল নিয়ে আসছে — নাম টিভিএস অ্যাপাচে আরটিএক্স ৩০০ (TVS Apache RTX 300)। ইতিমধ্যেই ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপোতে বাইকটির একঝলক দেখা গিয়েছিল। অবশেষে, কোম্পানি ঘোষণা করেছে যে এই নতুন অ্যাডভেঞ্চার বাইক (Adventure Bike) ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে। ডিজাইন ও বাইকের লুক TVS Apache RTX 300 দেখতে একেবারে নতুন ধাঁচের। এটি একটি সেমি-ফেয়ার্ড ADV বাইক, যার রয়েছে সাধারণ অ্যাডভেঞ্চার বাইকের তুলনায় আরও স্পোর্টি ও স্মার্ট লুক। সামনে বড় উইন্ডস্ক্রিন, শক্তপোক্ত নাকল গার্ড এবং ডুয়াল-স্পোর্ট টায়ার বাইকটিকে আরও রাফ-অ্যান্ড-টাফ চেহারা দিয়েছে। এতে আছে ১৯ ইঞ্চি সামনের ও ১৭ ইঞ্চি পিছনের অ্যালয় হুইল, যা কঠিন রাস্তায়ও চমৎকার গ্রিপ দেবে। সামনের দিকে সোনালি ফিনিশ আপসাইড-ডাউন ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন যুক্ত রয়েছে। আরও পড়ুন- মারকাটারি প্ল্যানে বাজার কাঁপিয়ে দিল BSNL, সস্তার রিচার্জে জোর টেক্কা jio-Airtel-কে নিরাপত্তার দিক থেকেও নতুন Apache RTX 300 বেশ আধুনিক। বাইকটিতে সামনের ও পিছনের চাকায় সিঙ্গল ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল ABS দেওয়া হয়েছে। তাছাড়া আছে ডিজিটাল TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যার সঙ্গে থাকবে Bluetooth Connectivity, SmartXonnect App Support, Turn-by-Turn Navigation, Music Control System। এই ফিচারগুলি শহরের ট্রাফিক হোক বা লং রাইড — উভয় ক্ষেত্রেই রাইডারকে আধুনিক অভিজ্ঞতা দেবে। আরও পড়ুন- সেল সেল সেল! দিওয়ালি সেলে বিরাট ছাড়ে পান ২০০ এমপি ক্যামেরার প্রিমিয়াম স্মার্টফোন TVS Apache RTX 300-এ থাকবে একেবারে নতুন RT-XD4 ইঞ্জিন। এটি একটি ৩০০cc, DOHC, ৪-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন, যা ৩৫ bhp পাওয়ার এবং ২৮.৫ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।ইঞ্জিনের সঙ্গে যুক্ত থাকবে ৬-স্পিড গিয়ারবক্স, যা হাইওয়ে রাইডিং-এর জন্য যথেষ্ট কার্যকর। TVS দাবি করছে, এই ইঞ্জিনটি পারফরম্যান্স ও মাইলেজ—দুই দিক থেকেই ভারসাম্য রক্ষা করবে। আরও পড়ুন- jio-এর সবচেয়ে বড় ধামাকা, সবচেয়ে সস্তার প্ল্যানে বাজার কাঁপালও শীর্ষ টেলিকম সংস্থা সাম্প্রতিকভাবে সরকারের ৩৫০cc-এর নীচে বাইকে GST হ্রাসের সিদ্ধান্তের পর, আশা করা হচ্ছে নতুন TVS Apache RTX 300-এর দামও হবে প্রতিযোগিতামূলক। এই বাইকটি মূলত Royal Enfield Himalayan 450, Hero Xpulse 300, Yezdi Adventure, এবং Kawasaki Versys X-300-এর মতো বাইকের সঙ্গে টক্কর দেবে। আনুমানিক দাম হতে পারে ২.৮৫ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) এর মধ্যে। আরও পড়ুন- 200MP ক্যামেরা,হার মানবে DSLR-ও! ৬,৫০০mAh পাওয়ারফুল ব্যাটারি-সহ বড় চমক Vivo-এর TVS-এর প্রথম Adventure Bike হিসেবে Apache RTX 300 ভারতের বাইকপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর আধুনিক লুক, শক্তিশালী ইঞ্জিন ও উন্নত ফিচারস- এই সেগমেন্টে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করা হচ্ছে।
চোখের কোলে জল, ঐশ্বর্য-আরাধ্যাকে নিয়ে কী বললেন অভিষেক?
গত একবছর ধরে ঐশ্বর্য ও অভিষেকের বিচ্ছেদের খবরে সরগরম ছিল নেটপাড়া, সেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে অভিষেকের এই মন্তব্য স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জুটির অনুরাগীরা। পাশাপাশি ছেলের এই সাফল্যে খুশিতে ভাসছেন অমিতাভ বচ্চন। নিজের পুরস্কার, তাঁর স্ত্রী জয়া বচ্চনের পুরস্কার ও ছেলে অভিষেক বচ্চনের পুরস্কার পাশাপাশি রেখে ছবি পোস্ট করেন তিনি।
Arambag Bus Strike: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক দিকে আর্থিক কারণ, বাড়ন্ত তেলের দাম এবং যাত্রীর অভাবে জর্জরিত বাস পরিষেবা। প্রতি মুহুর্তে চলছে টিকে থাকার লড়াই। এই পরিস্থিতিতে গোদের উপর বিষফোঁড়া হয়েছে রামকৃষ্ণ সেতু। সংস্কারের কাজে দীর্ঘদিন ধরে সেই সেতুতে বাসের প্রবেশ নিষেধ। লাগানো রয়েছে হাইট-বার।
৬৫৯০০০০০ টাকা খরচ করে জন্মদিনে নিজেকে কী উপহার দিলেন অমিতাভ?
গত ১১ অক্টোবর ৮৩ বছরে পা দিলেন বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন। তবে এবারের জন্মদিনটা বিগ বির কাছে ছিল একটু স্পেশাল। কেক কাটা, অনুরাগীদের সঙ্গে দেখা করা ছাড়াও, এবছর অমিতাভ যেটা করলেন, তা একেবারেই অভিনব। জন্মদিনে নিজেকেই দিলেন বড়মাপের উপহার!
Durgapur Physical Assault: উল্লেখ্য, সোমবার ওড়িশার মহিলা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল নির্যাতিতার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান। তখন নির্যাতিতার সঙ্গে কথা বলছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সে কারণে প্রথমে তাঁদের হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। ব্যারিকেডের বাইরে অপেক্ষা করেন তাঁরা।
দু’পারেই অনুপ্রবেশে অভিযুক্ত সোনালিরা
আশিস ঘোষ মাথাগুনতিতেও বাদ। বাদই তো থাকার কথা। ও যেজন্মায়নি। জন্মের আগেই চরম দুর্ভোগে পড়তে হয়েছে তাকে। মায়ের পেটে থাকতেই তাকে পেরোতে হয়েছে অসম্মানের পথ। এদেশ থেকে ওদেশে। মাঝের কাঁটাতার পেরিয়ে। বলা ভালো, এদেশের জেল থেকে ওদেশের জেলে। সঙ্গী এক ভয়ংকর অনিশ্চয়তা। জন্মানোর পর ও কোন দেশের হবে, তা নিয়ে তার অবশ্য কোনও মাথাব্যথা […] The post দু’পারেই অনুপ্রবেশে অভিযুক্ত সোনালিরা appeared first on Uttarbanga Sambad .
মোল্লাতন্ত্র আপস করল। নারী সম্পর্কিত অস্পৃশ্যতা সাময়িক স্থগিত থাকল। নয়াদিল্লির আফগান দূতাবাসে ডাক পেলেন মহিলা সাংবাদিকরা। যদিও এই ঘটনাকে তালিবানি নীতির বিরুদ্ধে চপেটাঘাত ভাবা ভুল হবে। ৭২ ঘণ্টার মধ্যে আফগান প্রশাসনের ভোলবদল নেহাতই কূটনৈতিক তাগিদে। একই কথা প্রযোজ্য ভারত সরকার সম্পর্কে। হিন্দুত্ববাদের ধ্বজা বহন করলেও এই সরকারের নীতিনির্ধারকরা হাত ধরলেন তালিবান শাসকদের সঙ্গে। কারণ, ভারতীয় […] The post আপস appeared first on Uttarbanga Sambad .
Devi Chowdhurani: গ্রামবাংলার ‘লেডি রবিনহুড’ দেবী চৌধুরাণীর এই গল্প জানতেন আগে?
Devi Chaudhurani Real Story: প্রীতিলতা ওয়াদ্দেদার, বীনা দাস বা বাসন্তী দেবীর মতো মহিলা বিপ্লবীদের বহু আগেই বাংলায় কথিত ছিল দেবী চৌধুরাণীর নাম। তাঁর লড়াইয়ের ধরন বা বিপ্লবের আঙ্গিকে দেবী চৌধুরাণীর লড়াই ঐতিহাসিকদের মনে প্রশ্ন জাগায় বারংবার, আদৌ রক্তমাংসে তাঁর অস্তিত্ব ছিল কি না―সে নিয়েও দ্বন্দ্ব প্রচুর। তবে বাঙালির কাছে প্রফুল্ল মানেই আজও সুচিত্রা সেন...
Gang Assault Attempt in Delhi Based University: ক্য়াম্পাসে নিরাপত্তা প্রদান ও অভিযুক্তদের গ্রেফতারির দাবি ঘিরে তৈরি হয়েছে তুলকালাম পরিস্থিতি। চলছে স্লোগান, সরগরম হচ্ছে আবহ। প্রসঙ্গত, দিল্লি এই সাউথ এশিয়ান বিশ্ববিদ্য়ালয় আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ। যা তৈরি হয়েছে সার্ক গোষ্ঠীভুক্ত আটটি দেশে সহযোগিতায়। এই দেশগুলির অনুদানে এখানে চলে পড়াশোনা। পড়তে আসেন, দেশ-বিদেশের ছাত্রীরা।
KBC Viral Episode: অমিতাভ বচ্চনের সঞ্চালনায় অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি। এই শোয়ের প্রতিটি সিজন দর্শকমহলে দারুণ জনপ্রিয়। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি ১৭-এর একটি এপিসোড নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। মাত্র ১০ বছরের একটি বাচ্চার শোয়ের সঞ্চালক বিগ বি-র সঙ্গে আচরণ মোটেই ভালভাবে নেননি দর্শক ও নেটিজেনদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। লেটেস্ট সিজনে খুদে প্রতিযোগীদের বুদ্ধিদীপ্ততায় মুগ্ধ অমিতাভ। একইসঙ্গে খুশি দর্শকও। তার মাঝেই কেন হঠাৎ তাল কাটল? এক খুদের অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাব, আচরণ যা বড়দের প্রতি কিছুটা অসম্মানজনক বলে মনে করা হচ্ছে। সেই মুহূর্তের ক্লিপিং নেটভুবনে ভাইরাল হতেই একেবারে ছিছিক্কার। শেষ পর্যন্ত ওই প্রতিযোগী খালি হাতেই কেবিসি-র মঞ্চ থেকে বিদায় নেয়। Very satisfying ending! Not saying this about the kid, but the parents. If you can't teach your kids humility, patience, and manners, they turn out to be such rude overconfident lot. Not winning a single rupee will surely pinch them for a long time. pic.twitter.com/LB8VRbqxIC — THE SKIN DOCTOR (@theskindoctor13) October 12, 2025 ভাইরাল হওয়া ওই ভিডিও-তে দেখা যাচ্ছে হট সিটে বসার পর প্রতিযোগী অমিতাভের সঙ্গে বেশ রূঢ় আচরণ করছে। যা অনেকের নজরেই আপত্তিকর বলে মনে হয়েছে। কেবিসির মঞ্চে ওই খুদের নাম ইশিত ভাট। গুজরাটের গান্ধীনগরের এবং পঞ্চম শ্রেণীর ছাত্র। খেলা শুরুর আগে বিগ বি তাকে নিয়মকানুন বোঝাতে গেলেই বাধা দেয় ইশিত। তার বক্তব্য, 'খেলার সমস্ত নিয়মকানুন আমার জানা আছে। তাই এখন নিয়ম বোঝাবেন না'। এরপর যখন খেলা শুরু হয় তখনও অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ায় গণ্ডগোল পাকায় পঞ্চম শ্রেনির ইশিত। রামায়ণ সম্পর্কিত প্রশ্নে ভুল উত্তর দেওয়ার আগেও বেশ উচ্চস্বরে কথা বলে সে। এরপর অগত্যা মুখ খোলেন বিগ বি। আরও পড়ুন '...আপনার সম্পত্তির ভাগ দেবেন?' অমিতাভের দেদার 'মস্তি' কমেডিয়ান সময় রায়নার, ভাইরাল ভিডিও ইশিত যখন প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তখন অমিতাভ বলেন, 'কভি কভি বাচ্ছে ওভারকনফিডেন্স মেই গলতি কর দেতে হ্যায়' যার বাংলা তর্জমা করলে হয়, কখনও কখনও বাচ্চাদের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই সব ভুল হয়ে যায়। দুর্ভাগ্যবশত, কোনও পুরস্কার ছাড়াই শো ছেড়ে যেতে হয়। এই আচরণে অনেকেই রুষ্ঠ। একাংশের বক্তব্য, বুদ্ধিমত্তা ভাল কিন্তু শ্রদ্ধা এবং ভাল ব্যবহার ও সম্মান করাও প্রয়োজন। বিশেষ করে সামনে যখন অমিতাভ বচ্চনের মতো একজন ব্যক্তি উপস্থিত। কাঠগোড়য় তোলা হয়েছে ইশিতের বাবা-মাকে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন থিয়েটার ও টলি অভিনেতা সোহান বন্দ্যোপাধ্যায় ও যুধাজিৎ সরকার। কী বলছেন তাঁরা? সোহান বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন, যাঁরা এই এপিসোড নিয়ে আপত্তি জানাচ্ছেন তাঁরা কেন সেই মুহূর্তে চ্যানেল পরিবর্তন করেননি? আরও পড়ুন 'অমিতাভকে গোপনে বিয়ে...', বিগ বি-র জন্মদিনে গোপন তথ্য ফাঁস করলেন শিল্পা সোশ্যাল মিডিয়ায় একটি বাচ্চাকে ট্রোল করা ভাল শিক্ষার পরিচয়? ভয়ঙ্কর ট্রোলিং-এর ফলে বাচ্চাটার মানসিক কোন ক্ষতি হয় বা বন্ধুরা তাকে একঘরে করে দেয় তার জন্য মন্তব্যকারীরাই দায়ী থাকবে বলে সুর চড়িয়েছেন অভিনেতা। অন্যদিকে যুধাজিৎ ১০ বছরের একটি শিশুর স্ক্রিনশট তুলে তাকে ট্রোল করার ঘোর বিরোধী। তিনি ADHD-এর কথাও উল্লেখ করেছেন। পোস্টের মাধ্যমে নিজের মত ব্যক্ত করেছেন। আরও পড়ুন 'যেমন প্রতিভাবান ঠিক তেমনই অমায়িক', অমিতাভের জন্মদিনে স্মৃতিমেদুর 'গৌরী' রচনা
বাল্যবিবাহমুক্ত ভারত-২০৩০ কি শুধুই স্বপ্ন?
শেখর সাহা শৈশবের স্বপ্নকে মাটিচাপা দিয়ে কিশোরী বয়সেই বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা আজও আমাদের সমাজে এক ভয়াবহ ব্যাধি হয়ে রয়ে গিয়েছে। স্কুলে যাওয়ার পথে আলাপ, সামাজিক মাধ্যমের ভার্চুয়াল সম্পর্ক কিংবা পারিবারিক চাপে কচিকাঁচারা হুহু করে জড়িয়ে পড়ছে বাল্যবিবাহের অন্ধকারে। শৈশব বিপন্ন হচ্ছে, ক্রমবর্ধমান কিশোরী মায়ের সংখ্যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে সমাজের ব্যর্থতা। […] The post বাল্যবিবাহমুক্ত ভারত-২০৩০ কি শুধুই স্বপ্ন? appeared first on Uttarbanga Sambad .
চারজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তরুণী।
সাহিত্যের উত্তরণে বিপণনও জরুরি
অভিষেক ঝা মোটামুটি পরিচিত আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারগুলি ঘোষণার সময় বাংলা ভাষার সাহিত্যের বাজারজুড়ে বাৎসরিক একটি দীর্ঘশ্বাস বয়ে যায়। এমনটি বাংলাদেশ ও ভারত দুই রাষ্ট্রের বাংলা ভাষার সাহিত্য বাজারেই লক্ষ করা যায়। মোটামুটিভাবে বাংলা ভাষার লেখক ও প্রকাশকরা প্রতি বছর একমত হন যে, অনুবাদ ঠিকমতো হলেই আন্তর্জাতিক স্তরে পুরস্কার আসবে ঝুড়ি ঝুড়ি না হলেও, অন্তত […] The post সাহিত্যের উত্তরণে বিপণনও জরুরি appeared first on Uttarbanga Sambad .
Cooch Behar: আবারও উত্তপ্ত তুফানগঞ্জ, রাত হতেই একই কায়দায় বিজেপির পার্টি অফিসে ‘ভাঙচুর’
Tufanganj BJP-TMC Clash: অভিযোগ, সোমবার মধ্যরাতে পরপর দুটি বিজেপি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূলের বাইক বাহিনী। দলীয় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর করে পার্টি অফিসে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ।
এবার তোলা যাবে আরও বেশি টাকা! প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বড়সড় বদল
পেনশনের টাকা কি তুলতে পারবেন EPFO'র আওতাভুক্ত কর্মীরা?
Flight Fare: শেষ মুহূর্তে টিকিট কাটলেও বেশি ভাড়া লাগবে না বিমানে
Flight Fare: উড়ান যাত্রী ক্যাফেতে ১০ টাকায় মিলবে চা, ২০ টাকায় মিলবে কফি। উড়ান স্কিমের ক্ষেত্রে অ্যালায়েন্স এয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন মন্ত্রী। বর্তমানে দেশের ৫৯টি গন্তব্যে যায় অ্যালায়েন্স এয়ারের বিমান। এছাড়া শ্রীলঙ্কাতেও যায় এই সংস্থার বিমান।
Durgapur Gangrape |দুর্গাপুর কাণ্ডের জল গড়াল হাইকোর্টে! মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্গাপুর গণধর্ষণের (Gang Rape) ঘটনায় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মঙ্গলবার উচ্চ আদালতে মামলা দায়ের করে সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এদিনই শুনানির সম্ভবনা পুজো অবকাশকালীন বেঞ্চে। কলেজ কর্তৃপক্ষ জানায় যে, গণধর্ষণের ঘটনা ঘটার পর থেকে কলেজের বাইরে সর্বক্ষণ অনেক মানুষের জমায়েত। এদিকে কলেজে চলছে পরীক্ষা। সুতরাং এই […] The post Durgapur Gangrape | দুর্গাপুর কাণ্ডের জল গড়াল হাইকোর্টে! মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি appeared first on Uttarbanga Sambad .
‘খেলছি তো, কাউকে আপডেট দেওয়া আমার কাজ নয়’, নির্বাচকদের তোপ ফিট শামির
চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে জাতীয় দলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি।
Weather Report |অবশেষে হাওয়া বদল! বর্ষা সরতেই শুষ্ক হল আবহাওয়া, কী বলছে ওয়েদার রিপোর্ট?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের সব জায়গা থেকেই সরেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (Weather Report)। সেই সঙ্গে সামান্য কমেছে তাপমাত্রাও। যদিও এখনও বঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। ফলে এখনই রাজ্যে শীত ঢুকছে না, তা স্পষ্ট। তাছাড়া আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির পালা কেটেছে উত্তরবঙ্গে […] The post Weather Report | অবশেষে হাওয়া বদল! বর্ষা সরতেই শুষ্ক হল আবহাওয়া, কী বলছে ওয়েদার রিপোর্ট? appeared first on Uttarbanga Sambad .
Durgapur Physical Assault: ডিসিপি অভিষেক গুপ্তার নেতৃত্বে একটা বড় টিম দুর্গাপুরের মেডিক্যাল কলেজে পিছনের জঙ্গলে রয়েছে। হাসপাতালের বেরনোর পথ থেকে যে রাস্তা ধরে নির্যাতিতা ও তাঁর সহপাঠী গিয়েছিলেন, সেই রাস্তাও খতিয়ে দেখা হচ্ছে। তারপরই নিয়ে আসা হয় নির্যাতিতার সহপাঠীকেও।
Bharath Thammineni: ভরত তাম্মিনেনির মুকুটে নয়া পালক, ৯টি আট হাজারি শৃঙ্গ জয় করে ইতিহাস
ভরত তাম্মিনেনি দেশের অন্যতম শীর্ষ পর্বতারোহণ সংস্থা ‘বুটস অ্যান্ড ক্র্যাম্পনস’র প্রতিষ্ঠাতা। অভিজ্ঞ এই পর্বতারোহী ইতিমধ্যেই জয় করেছেন বিশ্বের একাধিক শৃঙ্গ- মাউন্ট এভারেস্ট, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, মানাসলু, অন্নপূর্ণা-১, ধৌলাগিরি ও শিশাপাংমা।
‘লজ্জা লাগা দরকার…’, ‘প্রিয়পাত্র’হর্ষিতের হয়ে ব্যাট ধরে সমালোচকদের পালটা জবাব গম্ভীরের
'সমালোচনা করতে হলে আমাকে করুন', বলছেন গম্ভীর।
CM Mamata Banerjee |সফরসূচিতে বদল, আজ মিরিক যাচ্ছেন না মমতা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সফরসূচিতে বদল। মঙ্গলবার অর্থাৎ আজ মিরিক যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগারাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এরপর রাতে মুখ্যমন্ত্রী চলে যান কার্শিয়াং। সেখান থেকে মঙ্গলবার মিরিক যাওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, শেষ মুহূর্তে তাঁর সফরসূচিতে বদল হয়েছে।এদিন তিনি মিরিক যাচ্ছেন না। সুখিয়াপোখরি বিডিও অফিসে ত্রাণ বণ্টনের […] The post CM Mamata Banerjee | সফরসূচিতে বদল, আজ মিরিক যাচ্ছেন না মমতা appeared first on Uttarbanga Sambad .
Farah Khan |ফ্ল্যাশব্যাকে ‘জো জিতা ওহি সিকান্দার’, শান পেলেন ১৫০ টাকা, ফারাহ পেলেন না কিছুই!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড যখন ৯০-এর দশকের কাল্ট ক্লাসিক ছবি ‘জো জিতা ওহি সিকান্দার’ (Jo Jeeta Wohi Sikandar)-এর কথা মনে করে, তখন আমির খান বা আয়েশা ঝুলকার কথাই প্রথম মাথায় আসে। কিন্তু সম্প্রতি এই ছবির সেটের এক রোমাঞ্চকর ও মজাদার গল্প সামনে আনলেন কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খান এবং জনপ্রিয় গায়ক শান। উল্লেখ্য, তাঁরা দুজনেই সেই […] The post Farah Khan | ফ্ল্যাশব্যাকে ‘জো জিতা ওহি সিকান্দার’, শান পেলেন ১৫০ টাকা, ফারাহ পেলেন না কিছুই! appeared first on Uttarbanga Sambad .
Indian Railways Kavach: রেলের ‘কবচ’ জোয়ার আনতে পারে আপনার বিনিয়োগে!
Kavach Project, Indian Railways: রেলওয়ে চাইছে আগামী ২০৩২ সালের মধ্যে এর মধ্যে অন্তত ৪০ হাজার রানিং ট্র্যাকে ধাপে ধাপে 'কবচ' ব্যবস্থা ইনস্টল করবে। বিশেষজ্ঞরা বলছেন এই কাজ করতেই খরচ হতে পারে অন্তত ৪৫ হাজার থেকে ৫০ হাজার কোটি টাকা।
Calcutta High Court: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে জোড়া মামলা হল কলকাতা হাইকোর্টে
Calcutta High Court On Durgapur Case: সোমবারই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসকদের কাছ থেকে নির্যাতিতার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া জন্য। কিন্তু তিনি কথা বলতে পারেননি। পরে তিনি সাংবাদিক বৈঠক করেন।
নারী সুরক্ষায় বিধাননগরে বিজেপির ‘অপারেশন লালমরিচ’, উত্তরপ্রদেশ-ওড়িশার জবাব দেবে কে?
বিজেপি যুব মোর্চা সদস্যরা পথচারী মহিলাদের হাতে তুলে দেন লঙ্কাগুঁড়োর প্যাকেট ও স্প্রে।
স্বঘোষিত হুইসেল ‘ব্লোয়ার’আখতার আলি যোগ দিলেন বিজেপিতে, লড়তে চান নির্বাচনেও
আরজি কর কাণ্ডের পর সরব হতে দেখা গিয়েছিল আখতার আলিকে।
দুর্গাপুর: দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে (Durgapur Rape Case)। এবার এই ঘটনার তদন্তে গতি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এদিন বেলা ১১টা নাগাদ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তার নেতৃত্বে একটি দল ওই মেডিকেল কলেজ লাগোয়া এলাকায় যায়। তাঁরা কলেজের গেট থেকে পরাণগঞ্জ জঙ্গল […] The post Durgapur Rape Case | দুর্গাপুরে গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণ পুলিশের! ধৃতদের বাড়ি থেকে বাজেয়াপ্ত পোশাক, চলল জিজ্ঞাসাবাদ appeared first on Uttarbanga Sambad .
রাস্তা দখলের অভিযোগ, উত্তরপ্রদেশের অযোধ্যায় হকারদের ‘তালিবানি’ শাস্তি
বিজেপির ‘জঘন্য’ ও ‘স্বৈরাচারী মানসিকতা’ নিয়ে তোপ দেগেছে কংগ্রেস।
ঋতুর বদল মানেই রোগভোগ, কী ভাবে সুস্থ থাকবেন এই সময়ে? জেনে নিন চিকিৎসকের মত
সিজন চেঞ্জের সময় ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়।
রনজি শুরুর আগে বাংলাকে জয়-মন্ত্র দিলেন সৌরভ, দলের সঙ্গে অনুশীলনে শামি
বুধবার রনজির প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ উত্তরাখণ্ড।
Actors who are Mohunbagan Fans: বাঙালির কাছে সবথেকে সেরা খেলা যদি কিছু থেকে থাকে, তবে সেটি ফুটবল। এই খেলার যা উন্মাদনা তা নিয়ে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। এই খেলায় জন্ম দিয়েছে বিশ্বব্যাপী নানা রাইভালরির। সেটা ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান হোক কিংবা ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আর বর্তমানে এই দুই দলের সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। তাঁর একটাই কারণ, ডিসেম্বর মাসে হতে চলেছে এক দারুণ ঘটনা। শহরে আসছেন লিওনেল মেসি। তাঁর সামনেই একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ইস্ট এবং মোহন। যে জিতবে তাঁকে পুরস্কার তুলে দেবেন মেসি খোদ। বাংলা জুড়ে মোহনবাগান ভক্ত কম নেই। খেয়াল করলে দেখা যাবে, তারকাদের মধ্যে অনেকেই সেই দলের ভক্ত। নানা সময় সেই সব তারকারা মোহনবাগান নিয়ে মুখ খুলেছেন শুধু না বরং নিজেদের আবেগের কথাও বলেছেন। সেই তারকাদের চেনেন যাদের রক্তে ও রন্ধ্রে সর্বত্রই মোহনবাগান? টলিপাড়ার সেই তালিকায় রয়েছেন অনেকেই। Anirban Bhattacharya Exclusive: ইউনিটি কনসার্ট থেকে বাদ অনির্বাণের ব্যান্ড 'হুলিগানিজম'! রাজনৈতিক কারণ নাকি অন্য কিছু? অকপট অভিনেতা.. প্রথমেই যার নাম না করলেই নয়, তিনি হলেন, উত্তম কুমার। মহানায়ক নিজে এক বিরাট বড় মোহনবাগান ফ্যান ছিলেন। নিজের জীবনে বহুবার তিনি দলকে নিয়ে নানা কথা বলেছেন। এছাড়াও আরেকজনের নাম না বললেই নয়, তিনি খরাজ মুখোপাধ্যায়। তিনিও এক ডায় হার্ট ফ্যান। অভিনেতা একবার জানালেন, তিনি একসময় নাকি পুলিশের লাঠির বাড়ি খেয়েছেন। আরেক মোহনবাগান অনুরাগীর মধ্যে যার নাম উল্লেখযোগ্য, তিনি বিশ্বনাথ বসু। এবং ভাস্বর বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই তালিকায়। একটা সময় ছিল শহরে খেলা হলেই তাঁরা মাঠে দৌড়তেন। খেলা নিয়ে চর্চা করতে ভালবাসেন তাঁরা। মাঠে মোহনবাগান মানেই তাঁরেদ উচ্ছ্বাসের শেষ নেই। তবে, গায়ক এবং সুরকার জয় সরকারের কথা না বললেও নয়। Farha Khan: ১টাকাও পেলেন না, উল্টে চুমু খেলেন অভিনেতা, অবাক কাণ্ড ফাঁস করলেন পরিচালক! লোপামুদ্রা অর্থাৎ জয়ের স্ত্রী একবার বলেছিলেন, সারাদিন শুধু মোহনবাগান নাম জপতে পারেন শুধু জয়-ই। টলিপাড়ার অভিনেত্রীদের মধ্যে কনীনিকা অন্যতম। তাঁর বাড়ির সকলেই মোহনবাগান ফ্যান। আর যার নাম না করলেই নয়, তিনি অমিতাভ বচ্চন। কিংবদন্তি অভিনেতা কৌন বানেগা ক্রোড়পতির একবার বলেছিলেন, নিজের সেই ভাললাগার কথা।
আচমকাই শাহরুখকে ‘আক্রমণ’কঙ্গনার, ‘ওঁর থেকে আমার স্ট্রাগল বেশি’, হুঙ্কার বলিউডে ব্রাত্য ‘ক্যুইন’-এর!
নিজের জীবনযুদ্ধের কথা বলতে গিয়ে কিং খানের সঙ্গে তুলনা টেনে খোঁচা কঙ্গনার!
২০২৭ বিশ্বকাপে অনিশ্চিত রোহিত-কোহলি? গম্ভীরের মন্তব্যে রো-কো’র ভবিষ্যৎ ঘিরে আশঙ্কা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট জয়ের পর কী বললেন গম্ভীর?
পুলিশের হয়ে চরবৃত্তির অভিযোগ, ছত্তিশগড়ে বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুন মাওবাদীদের
মৃতদেহের পাশে পাওয়া গিয়েছে মাওবাদীদের হাতে লেখা লিফলেট।
Arjun Singh: কোনও পদক্ষেপ করা যাবে না! হাইকোর্টের কাছে ‘রক্ষাকবচ’ পেলেন অর্জুন
Calcutta High Court on Arjun Singh: সম্প্রতি নেপালে হওয়া গণঅভ্যুত্থান নিয়ে বলতে গিয়ে বাংলা প্রসঙ্গ টেনে ছিলেন অর্জুন সিং। হিমালয়ের কোলের ওই ছোট্ট দেশটির মতোই বাংলাকেও উত্তাল হতে হবে বলে দাবি করেছিলেন তিনি। দাবি করেছিলেন সরকার ফেলে দেওয়ারও। এরপরেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১০টি লিখিত অভিযোগ দায়ের হয়। এছাড়াও, এই সময়কালে আরও নানা ইস্যুতে ব্যারাকপুুর পুলিশ কমিশনারেটের একাধিক থানায় মোট ৫৬টি অভিযোগ দায়ের হয়েছে।
Bihar Assembly Election |বিহারের বিধানসভা ভোটে প্রার্থী সুশান্তের বোন! কোন দলের হয়ে লড়বেন?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার রাজনীতির ময়দানে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন (Sushant Singh Rajput’s Cousin) দিব্যা গৌতম (Divya Gautam)। বিহারের বিধানসভা ভোটে (Bihar Assembly Election) লড়বেন তিনি। সিপিআই (এম-এল) লিবারেশনের (CPI (ML) Liberation) তরফে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে দিব্যাকে। পাটনার দিঘা বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। বুধবার তাঁর মনোনয়ন […] The post Bihar Assembly Election | বিহারের বিধানসভা ভোটে প্রার্থী সুশান্তের বোন! কোন দলের হয়ে লড়বেন? appeared first on Uttarbanga Sambad .
Rabindra Sangeet legend: ৯৬-তম জন্মদিনে, অশোকতরু বন্দ্যোপাধ্যায়কে ফিরে দেখা!
Rabindra Sangeet legend Ashoktaru Bandyopadhyay: রবীন্দ্রসঙ্গীতের ইতিহাসে অশোকতরু বন্দ্যোপাধ্যায় এমন এক নাম, যাঁর গায়কি আজও হৃদয়ে বাজে। তাঁর প্রতিটি উচ্চারণ, প্রতিটি সুর যেন রবীন্দ্রনাথের ভাবকে নতুন জীবন দিত। আজ তাঁর জন্মদিন। অভিনয় এবং রবীন্দ্রনৃত্যেও তিনি ছিলেন সমান পারদর্শী ১৯৩০ সালের ১৪ অক্টোবর কলকাতার এক ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়। পিতা শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় ও মাতা সুলেখা ছিলেন শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রছাত্রী। সঙ্গীত ছিল তাঁদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। পরিবারের এই সাংস্কৃতিক পরিবেশেই বেড়ে ওঠেন 'তরু' — এটাই ছিল তাঁর ডাকনাম। আরও পড়ুন- ১৫০ বছরের পুজো, মনস্কামনা হয় পূরণ, জাগ্রত কেওড়াতলা শ্মশানকালীর এই কাহিনি জানেন? ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি গভীর টান ছিল তাঁর। প্রথমে রবীন্দ্রলাল রায়ের কাছে শুরু হয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রাথমিক শিক্ষা। ১৯৪৪ সালে শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে ভর্তি হয়ে পাঁচ বছর ধরে সঙ্গীতচর্চা করেন। সেখানে শৈলজারঞ্জন মজুমদার ও সুরেশচন্দ্র চক্রবর্তীর মত বিশিষ্ট শিক্ষকদের সান্নিধ্য তাঁর শিল্পীজীবনের ভিত্তি গড়ে দেয়। শুধু গানে নয়, অভিনয় এবং রবীন্দ্রনৃত্যেও তিনি ছিলেন সমান পারদর্শী। আরও পড়ুন- সহজে দূর করুন দুর্ভাগ্য, কাজে লাগান এই সব টিপস ১৯৪৮ সালে আকাশবাণী কলকাতা কেন্দ্রে তাঁর বেতারজীবনের সূচনা। ষাটের দশকে তিনিই প্রথম রবীন্দ্রসঙ্গীতের একক অনুষ্ঠান মঞ্চস্থ করেন— যা ভবিষ্যতে রবীন্দ্রসঙ্গীতের স্বতন্ত্র উপস্থাপনার পথ খুলে দেয়। তাঁর কণ্ঠে 'সোনার তরী', 'আমার প্রাণের মানুষ', 'আলো আমার আলো'–র মত গান এক অন্য মাত্রা পেয়েছিল। আরও পড়ুন- দেবীর ভোগ ডিম! জানুন ৪৫০ বছরের প্রাচীন কালীমন্দিরের এক আশ্চর্য কাহিনি! গ্রামোফোন কোম্পানিতে তাঁর তিন শতাধিক গান রেকর্ড করা হয়েছে, যেগুলির মধ্যে অনেকগুলো আজও শ্রোতার মনে নস্টালজিয়ার ছোঁয়া জাগায়। তাঁর রেকর্ডিংয়ে কণ্ঠের শুদ্ধতা ও ভাবপ্রকাশের গভীরতা তাঁকে আলাদা করে চিনিয়ে দিয়েছিল। আরও পড়ুন- রঘু ডাকাতের নামে নানা স্থানে কালীমন্দির! কোনটা সত্যি আর গল্প, বোঝা দায় ১৯৮১ সালে শ্রীলঙ্কা সরকারের আমন্ত্রণে কলম্বো সফরে গিয়ে তিনি রবীন্দ্রসঙ্গীতের দর্শন ও ভাবধারা নিয়ে বক্তৃতা দেন এবং সঙ্গীত পরিবেশন করেন। ১৯৯২ সালে টরন্টো ও মিডল্যান্ডে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত উৎসবেও তিনি আমন্ত্রিত হন। এমনকী বিবিসি থেকেও তাঁর ওপর বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়— যা তাঁর আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক। শিক্ষক হিসেবেও তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। কলকাতার ‘দক্ষিণী’, ‘গীতবিতান’, জামশেদপুরের ‘টেগোর সোসাইটি’ প্রভৃতি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন বহু বছর। তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ‘শ্রুতি’ রবীন্দ্রসঙ্গীতের প্রজন্মান্তরের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অশোকতরু ছিলেন গভীরভাবে ব্রাহ্ম পরিবারের সন্তান। তাই ব্রহ্মসঙ্গীতেও তাঁর ছিল গভীর অনুরাগ। তাঁর কণ্ঠে 'ব্রহ্মানন্দে আছি' কিংবা 'দয়াময় তুমি আছ'–র মত গানে আধ্যাত্মিক প্রশান্তির ছোঁয়া পাওয়া যায়। আকাশবাণীর অডিশন বোর্ড, রাজ্য সঙ্গীত একাডেমি, বিশ্বভারতী সঙ্গীত সমিতি— এইসব প্রতিষ্ঠানে তিনি সম্মানিত সদস্য হিসেবে যুক্ত ছিলেন। শিল্পীজীবনের প্রতিটি মুহূর্ত তিনি উৎসর্গ করেছিলেন সঙ্গীতকে। ১৯৯৩ সালের ১৩ ডিসেম্বর ৬৬ বছর বয়সে শেষ হয় তাঁর সুরের জীবনযাত্রা। কিন্তু রবীন্দ্রসঙ্গীতের জগতে তাঁর প্রভাব আজও অম্লান। অশোকতরু বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়ে গেছেন— গান শুধু শিল্প নয়, এটি আত্মার সাধনা।
West Bengal Weather Latest Update: বদলাতে শুরু করল বাংলার হাওয়া, খেলা ঘোরানোর রিপোর্ট সামনে
West Bengal, Kolkata Weather Report: আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রক্সৌল বারাণসী জব্বলপুর আকোলা আলিবাগ ওপর সক্রিয় বর্ষা বিদায় রেখা। ফলে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার ও উত্তরপ্রদেশের বাকি অংশ থেকে বিদায় নেবে বর্ষা। একই সঙ্গে ঝাড়খণ্ড, ছত্রিশগড় থেকেও বর্ষা বিদায় নেবে।
‘ভারতের সঙ্গে মিলেমিশে থাকবে তো?’প্রশ্নবাণ ট্রাম্পের, অধোবদনে নিমরাজি শাহবাজ
মনে যাই থাক না কেন, ঢোঁক গিলে মার্কিন প্রেসিডেন্টের গুণ গাইলেন শাহবাজ।
হেমা নয়, প্রথম স্ত্রীর সঙ্গেই থাকছেন ধর্মেন্দ্র! কোন সত্যি সামনে আনলেন ববি?
ধর্মেন্দ্রর দুই বিয়ে, সেই বিষয় কম বেশি সকলেই জানেন, প্রথম স্ত্রী প্রকাশ কৌর ও দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। তবে কার সঙ্গে শেষ বয়সে থাকছেন তিনি? একটা সময় যে হেমা মালিনীর সঙ্গে সম্পর্কের জেরে পরিবারে ফাটল ধরেছিল, ছেলেদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল ধর্মেন্দ্রর, তিনিই শেষ বয়সে স্থির করেন প্রকাশ কৌরের সঙ্গে থাকবেন।
Trump-Meloni |‘সুন্দরী তরুণী’, মেলোনির রূপের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মিশরে আয়োজিত গাজা শীর্ষ সম্মেলনে সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রূপের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেলোনিকে তিনি ‘একজন সুন্দরী তরুণী’ বলে মন্তব্য করেন। ইতালির প্রধানমন্ত্রীর উদ্দেশে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তোমাকে যদি সুন্দরী বলি তুমি কিছু মনে করবে না তো?’ সেই সঙ্গে তাঁকে ‘অবিশ্বাস্য নেত্রী’ বলেও প্রশংসা করেন […] The post Trump-Meloni | ‘সুন্দরী তরুণী’, মেলোনির রূপের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প appeared first on Uttarbanga Sambad .
বিপজ্জনক ভারতের কফ সিরাপ! শিশু মৃত্যুর জেরে এবার সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বিপজ্জনক এই ওষুধ নজরে পড়লেই রিপোর্ট করতে বলা হয়েছে।
জনসংখ্যা মাত্র ৫ লক্ষ, লিংকডিনে ফুটবলারের খোঁজ, বিশ্বকাপে যোগ্যতা অর্জন ছোট্ট দ্বীপরাষ্ট্রের
১৪০ কোটির দেশ ভারতের কবে স্বপ্নপূরণ হবে?
হাতুড়ে চিকিৎসকের ‘কেরামতি’তে শিশুর হাত বাদ যাওয়ার জোগাড়! বাঁচাল SSKM
কাকদ্বীপ মেটারনিটি অ্যান্ড নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন।
ভারতে AI হাব, জানেন কত কোটি ডলারের বিনিয়োগ? বিরাট ঘোষণা Google-এর
অন্ধ্রপ্রদেশে তৈরি হবে সংস্থার ডেটা সেন্টার।
India-West Indies |লড়াই আদৌ জমল কি? ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট-ওয়াশ করে সিরিজ জিতলেন শুভমনরা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ানদের থেকে সামান্যতম প্রতিরোধ দেখা গেলেও, শেষরক্ষা হল না। প্রত্যাশিতভাবেই ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল। এই জয়টি টেস্ট অধিনায়ক হিসেবে শুভমন গিলের প্রথম সিরিজ জয়। পাঁচ দিনের খেলার মোড়কে মোড়ানো এই সিরিজে উত্তেজনা ছিল সামান্যই। যেখানে প্রথম টেস্ট ভারত শেষ করেছিল মাত্র আড়াই […] The post India-West Indies | লড়াই আদৌ জমল কি? ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট-ওয়াশ করে সিরিজ জিতলেন শুভমনরা appeared first on Uttarbanga Sambad .
Javed Akhtar: 'লজ্জায় আমার মাথা...', ভারতে তালিবান নেতাকে রাজকীয় আপ্যায়নে বিস্ফোরক জাভেদ
Javed Akhtar-Taliban Foreign Minister: বলিউডের জনপ্রিয় গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার যে স্পষ্টবাদী সে কথা আজ আর বলার অবকাশই রাখে না। ব্যক্তিগতজীবন হোক বা কোনও বিষয়ে মতপ্রকাশে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না। তাঁর মাতমত ঘিরে অনেক সময় বিতর্কও তৈরি হয়, সেসব অবশ্য ফুৎকারে উড়িয়ে দেন জাভেদ। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও তালিবান নেতা আমির খান মুতাকির প্রসঙ্গে মন্তব্য করে আরও একবার সেই প্রমাণই দিলেন বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার। গত সোমবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও তালিবান নেতা আমির খান মুতাকির ভারতে আগমন এবং জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে জাভেদ লিখেছেন, 'লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। যখন দেখছি বিশ্বের সবচেয়ে নৃশংস সন্ত্রাসী গোষ্ঠী তালিবানের প্রতিনিধিকে এমন সম্মান ও অভ্যর্থনা জানানো হয়েছে। যাঁরা সন্ত্রাসের বিরুদ্ধে সুর চড়ায় তাঁরাই তাঁকে রাজকীয় আপ্যায়ন করলেন।' কঠোর ভাষায় দারুল উলুম দেওবন্দের সমালোচনা করেছেন। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান তালিবান মন্ত্রীর আথিথেওতায় যুক্ত ছিল। I hang my head in shame when I see the kind of respect and reception has been given to the representative of the world’s worst terrorists group Taliban by those who beat the pulpit against all kind of terrorists . Shame on Deoband too for giving such a reverent welcome to their “… — Javed Akhtar (@Javedakhtarjadu) October 13, 2025 তাচ্ছিল্যের সুরে জাভেদ লিখেছন, 'তাদের তথাকথিত ইসলামিক হিরোকে শ্রদ্ধাপূর্ণ স্বাগত জানানোর জন্য দেওবন্দেরও লজ্জা হওয়া উচিত। এরাই মেয়েদের শিক্ষার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমার ভারতীয় ভাই-বোনেরা!!! আমাদের কী হচ্ছে?' আখতার এখানে ইঙ্গিত দিয়েছেন আফগানিস্তানে তালিবান শাসনের অধীনে নারীদের ওপর আরোপিত কঠোর বিধিনিষেধের বিষয়ে। যার মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেণির পর শিক্ষা গ্রহণ এবং কর্মসংস্থানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। নারীদের বাধ্য করা হয়েছে পূর্ণাঙ্গ বোরখা পরতে ও জনসমক্ষে কথা বলা থেকেও বিরত থাকতে। আরও পড়ুন সহবাসে সমস্যা, মদ্যপ অবস্থায় মধ্যরাতে বিয়ে! জাভেদ-শাবানার 'ডি ডে'-র অজানা কাহিনি ফাঁস গত শনিবার আমির খান মুতাকি উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ সফর করেন এবং সেখানে জ্যেষ্ঠ আলেম, পণ্ডিত ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সেখানে উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমি এমন উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞ। আশা করি ভারত-আফগানিস্তান সম্পর্ক আরও মজবুত হবে। আমরা নতুন কূটনীতিক পাঠাব এবং আশা করি আপনাদেরও কাবুলে আমন্ত্রণ জানাতে পারব। দিল্লিতে আমাকে যেভাবে গ্রহণ করা হয়েছে তাতে মনে হয় ভবিষ্যতে এমন সফর আরও অনেকবার হবে।' আরও পড়ুন '১৮ বোতল বিয়ার খেতাম', অতিরিক্ত মদ্যপানে বিবাহবিচ্ছেদ! জনপ্রিয় তারকার জীবন কাহিনি শুনলে চোখে জল আসবে তবে তাঁর সফরের প্রথম দিনেই বিতর্কের সৃষ্টি হয়। দিল্লির আফগান দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিককে প্রবেশের অনুমতি না দেওয়ায় তৈরি হয় বিতর্ক। বিরোধী দল ও সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মুতাকি ৯ অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেন। যা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আফগানিস্তানে সন্ত্রাসী কার্যকলাপের কঠোর নিন্দা করে। আরও পড়ুন 'পাকিস্তানে যাওয়ার থেকে নরকে যাওয়া শ্রেয়', শত্রুদেশকে কড়া ভাষায় বিঁধলেন জাভেদ আখতার
বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার চন্দননগরে জগদ্ধাত্রীর শোভাযাত্রা, প্রশাসনিক বৈঠকে বড় সিদ্ধান্ত
প্রতি বছর শোভাযাত্রার দিন বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে বিদ্যুৎ পরিষেবা।
‘লজ্জায় মাথা কাটা যাচ্ছে’, তালিবান মন্ত্রীকে অভ্যর্থনায় মোদি সরকারকে তোপ জাভেদ আখতারের
'তালিবান বিশ্বের সবচেয়ে ভয়ংকর জঙ্গি', তোপ জাভেদ আখতারের।
দুর্গাপুর ‘গণধর্ষণ’কাণ্ডের জের আদালতে, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
বিচারপতি শম্পা সরকারের এজলাসে মামলার শুনানি হতে পারে চলতি সপ্তাহেই।
Terrorists Killed |কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ২ জঙ্গি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল ২ জঙ্গির। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) টপকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই জঙ্গিরা। সেই সময় তাদের বাধা দেন জওয়ানরা। তখন জঙ্গিরা গুলি চালায়। তাদের পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। বাহিনীর গুলিতে দুই জঙ্গি […] The post Terrorists Killed | কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ২ জঙ্গি appeared first on Uttarbanga Sambad .
Sukanta Majumdar: ‘৫ হাজার কোটি টাকা কোথায় গেল?’, উত্তরবঙ্গ তহবিল গঠন নিয়ে রাজ্যকে প্রশ্ন সুকান্তর
Sukanta Majumdar Slams State Govt: মঙ্গলবার সকালে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন সুকান্ত। আর রাজধানীতে যাওয়ার আগেই বড় অভিযোগ করে দিয়েছেন তিনি। রাজ্যের উত্তরবঙ্গ তহবিল তৈরি নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের। অভিযোগ তুললেন কেন্দ্রীয় অনুদান তছরূপের। সম্প্রতি উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর একটি ত্রাণ তহবিল গঠন করেছে রাজ্য সরকার।
BJP Party Office |তুফানগঞ্জে বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তুফানগঞ্জ: দুর্গাপুর কাণ্ডে তুফানগঞ্জ থানায় (Tufanganj Police Station) বিজেপির স্বারকলিপি দেওয়াকে কেন্দ্র করে সোমবার তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল তুফানগঞ্জ শহর। হামলা-পালটা হামলায় দু’পক্ষের চারজন আহত হয়েছিল। যদিও পরে কোনও মতে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। কিন্তু রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ-১ ব্লকের নাটাবাড়ি বিধানসভার চিলাখানা-২ গ্রাম পঞ্চায়েতের ঘোঘারকুঠি ও দেওচড়াই মোড় এলাকা। […] The post BJP Party Office | তুফানগঞ্জে বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে appeared first on Uttarbanga Sambad .
political tension: খুন হয়ে যাওয়ার আশঙ্কায় কাবু দাপুটে মন্ত্রীর ঘনিষ্ঠ নেত্রী! দলেরই একাংশকে নিশানা
Trinamool female leader: এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান শামসুন নেহার। দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা সাংবাদিক বৈঠক করে জানান মালদা কালিয়াচক ২ নং ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার। সেই আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি। পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছেন। নিরাপত্তারক্ষীর দাবী জানিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। শুধু তাই নয় আক্রান্ত হতে পারেন। সেই আশঙ্কার কথাও লিখিত ভাবে জানানো হয়েছে পুলিশকে। যদিও এখনও পর্যন্ত কোনরকনম ব্যবস্থা গ্রহন করে নি পুলিশ। অভিযোগ পঞ্চায়েত প্রধানের। আরও পড়ুন- EPFO’র নতুন নীতি: বিশেষ পরিস্থিতিতে জমানো টাকা তুলুন, কীভাবে? জানুন বিশদে প্রধান শামসুন নেহারের অভিযোগ, কংগ্রেস থেকে সাতজন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকে অশান্তি শুরূ হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটমানি তুলছেন এই সদস্যরা। সম্প্রতি আবাস যোজনার ঘরের অমুমোদন এসেছে। সেই প্রকল্পের ক্ষেত্রেও ‘কাটমানি’ দাবী করে। আরও পড়ুন- West Bengal news Live Updates: দুর্গাপুরের নির্যাতিতার পাশে ওড়িশার মুখ্যমন্ত্রী, ন্যায়বিচার দিতে সর্বস্তর থেকে 'চাপ' দেওয়ার বার্তা প্রতিবাদ করেছিলেন তিনি ও তাঁর স্বামী নাসির আহমেদ ওরফে সাগর। এরপরই গত বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বৈঠক করার অজুহাতে তাঁর স্বামী নাসির আহমেদের উপর চড়াও হয়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করে ফেকু মোমিন,নাসির আহমেদরা। আরও পড়ুন- cough syrup deaths:মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে চিকিৎসক গ্রেফতার, কাফ সিরাপ প্রেসক্রাইবে মোটা টাকা কমিশনের অভিযোগ কোনও ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন। বর্তমান গুরুতর জখম হয়ে এক নাসিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনার পর রীতিমত আতঙ্কিত তিনি। খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা করছেন তিনি। তাঁর অভিযোগ বিধানসভা নির্বাচন আসন্ন। কংগ্রেসের সাথে যোগসাজশ করে তাঁকে প্রধান পদ থেকে বা এলাকা থেকে সরিয়ে তৃণমূলের দুর্নাম করতে চাইছে। কার্যত কংগ্রেসের হয়ে কাজ করছেন। এলাকার সমাজবিরোধীদের মদত নিয়ে এমনটা করা হচ্ছে।
এশিয়ান কাপের বাছাই পর্বে সামনে সিঙ্গাপুর, ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল চান খালিদ
জাতীয় কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে প্রথম ম্যাচ হতে চলেছে খালিদ জামিলের।
Mamata Banerjee: বিপর্যয়ে ক্ষয়ক্ষতির হিসাব দেবে GTA, ভোটের আগে আজ পাহাড়ে মমতার কী কর্মসূচি?
Mamata Banerjee in North Bengal: কালিম্পঙ অনীত থাপারা পেয়ে গেলেও, দার্জিলিং, কার্শিয়াং এখনও হাতছাড়া। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের নজর রয়েছে, আদৌ এদিন নেত্রী কোনও রাজনৈতিক বৈঠক করবেন কিনা। আগামিকাল, বুধবারও তিনি পাহাড়ে থাকবেন। এরপর বৃহস্পতিবার পাহাড় থেকে আরও একটি রিভিউ মিটিং করে ফিরে আসবেন।
Entertainment Latest Laive News Update মাদকাশক্ত সঞ্জয়কে ছুঁলেই মাটিতে লুটিয়ে যান!
Entertainment Latest Laive News Update কিংবদন্তি অভিনেত্রী তনুজা আতিশ–এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। শুটিং চলাকালীন সঞ্জয়ের শারীরিক অবস্থার কথা উল্লেখ করেন। তিনি জানান, 'পরিচালক আমাদের বলতেন ওকে স্পর্শ করো না। একটা দৃশ্যে ওকে চড় মারার কথা ছিল কিন্তু পরিচালক বললেন হাত শুধু সামনে নাড়াও ওকে ছোবে না। কারণ, যদি ছোঁও ও পড়ে যাবে।'
ঘরের মাঠে নেতা গিল জমানার শুভ সূচনা, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে WTC টেবিলে ‘এগোল’ভারত
বর্তমানে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
EPFO’র নতুন নীতি: বিশেষ পরিস্থিতিতে জমানো টাকা তুলুন, কীভাবে? জানুন বিশদে
PF Withdrawal Limit: প্রায় ৩০ কোটি কর্মচারীর জন্য Employees’ Provident Fund Organisation (EPFO)–এর তহবিল তুলে নেওয়ার শর্তে বড় পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার EPFO-এর Central Board of Trustees (CBT)–এর ২৩৮তম বৈঠকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। সেগুলি হল, ১) প্রয়োজনীয় খরচ (রোগ, শিক্ষা, বিবাহ),২) বাসস্থানের জন্য ৩) বিশেষ পরিস্থিতি। শিক্ষা ও বিবাহ সংক্রান্ত কাজের জন্য টাকা তোলার সীমা অনেকটা শিথিল করা হয়েছে। এখন শিক্ষা সংক্রান্ত উত্তোলন করা যাবে ১০ বার পর্যন্ত এবং বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে টাকা তোলা যাবে ৫ বার পর্যন্ত, যা আগে ছিল মাত্র ৩ বার (শিক্ষা ও বিবাহ মিলিত)। আরও পড়ুন- West Bengal news Live Updates: দুর্গাপুরের নির্যাতিতার পাশে ওড়িশার মুখ্যমন্ত্রী, ন্যায়বিচার দিতে সর্বস্তর থেকে 'চাপ' দেওয়ার বার্তা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, EPF সদস্যরা এখন ‘বিশেষ পরিস্থিতি’ ক্যাটাগরিতে কোনও কারণ ব্যাখ্যা না দিয়েই টাকা তুলতে আবেদন করতে পারবেন। এর আগে, প্রাকৃতিক দুর্যোগ, লকআউট, প্রতিষ্ঠান বন্ধ, অব্যাহত বেকারত্ব বা মহামারীর মতো কারণ উল্লেখ করতে হতো, যা প্রায়শই দাবি প্রত্যাখ্যানের কারণ হয়ে যেত। আরও পড়ুন- cough syrup deaths:মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে চিকিৎসক গ্রেফতার, কাফ সিরাপ প্রেসক্রাইবে মোটা টাকা কমিশনের অভিযোগ Union Labour Minister মানসুখ মণ্ডাভিয়ার সভাপতিত্বে পরিচালিত বোর্ড সদস্যরা, কর্মচারী ও নিয়োগকর্তার প্রতিনিধিদের সঙ্গে, নূন্যতম সেবা সময়ের নতুন শর্তও অনুমোদন করেছেন। সেগুলি হল, বাসস্থান, ৫ বছরের পরিবর্তে এখন ১২ মাস,শিক্ষা ও বিবাহ (৭ বছরের পরিবর্তে ১২ মাস) ও অন্যান্য ক্ষেত্রে টাকা তোলা, সেবা চলাকালীন যে কোনও সময়।EPFO সদস্যরা এখন তাদের যোগ্য ব্যালান্সের ১০০% পর্যন্ত তুলতে পারবেন। তবে, সদস্যদের নির্দিষ্ট ২৫% অবদান সর্বদা অ্যাকাউন্টে রাখতে হবে, যা EPFO-এর বর্তমান সুদের হার (৮.২৫%) ও চক্রবৃদ্ধি সুবিধা অর্জনে সাহায্য করবে। মন্ত্রক জানিয়েছে, “এই সরলীকরণ সদস্যদের জন্য সহজলভ্যতা নিশ্চিত করবে এবং যথাযথ রিটায়ারমেন্ট তহবিল বজায় রাখবে। আংশিক টাকা তুলতে গেলে কোনও ডকুমেন্টেশনের প্রয়োজন হবে না, যা স্বয়ংক্রিয় সমাধান সহজ করবে।” আরও পড়ুন- লুধিয়ানায় আজতকের অঞ্জনা ওম কাশ্যপ, আরুণ পুরি ও ইন্ডিয়া টুডে গ্রুপের বিরুদ্ধে মামলা EPFO 3.0 প্রকল্পের অংশ হিসেবে, CBT ডিজিটাল রূপান্তর ফ্রেমওয়ার্কও অনুমোদন করেছে। এতে অন্তর্ভুক্ত থাকবে, কোর ব্যাংকিং সলিউশনক্লাউড-নেটিভ, API-প্রথম, মাইক্রো সার্ভিস মডিউলঅ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ERP, কমপ্লায়েন্স, ও ব্যবহারকারী অভিজ্ঞতাফলস্বরূপ, দ্রুত ও স্বয়ংক্রিয় দাবি, তাৎক্ষণিক উত্তোলন, বহু-ভাষা সেলফ-সার্ভিস এবং পে-রোল সংযুক্ত অবদান সম্ভব হবে। EPFO শীঘ্রই একটি কমিটি গঠন করবে যা Reserve Bank of India (RBI)–এর সুপারিশ অনুযায়ী ফান্ড ব্যবস্থাপনা ও বিনিয়োগ নীতি পর্যালোচনা করবে। কমিটিতে অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞরা অংশ নেবেন। প্রস্তাবিত সুপারিশগুলি পরবর্তী বৈঠকে আলোচনা হবে। আরও পড়ুন- West Bengal weather Update:লম্বা ইনিংস খেলে শেষমেষ বর্ষার বিদায়! সময়ের আগেই বঙ্গে শীত? উত্তুরে হাওয়ায় কাঁপুনি কবে থেকে? বর্তমানে EPFO-এর নতুন তহবিলের ১৫% অংশই ইক্যুইটিতে বিনিয়োগ করা হয়। বাকী অংশ সরকারি বন্ড (৪৫–৬৫%) ও কর্পোরেট ঋণ (২০–৪৫%)–এ বিনিয়োগ করা হয়। RBI বিভিন্ন সুপারিশ করেছে, যেমন ধাপে ধাপে বিনিয়োগ, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং নিয়মিত পর্যালোচনা।
Dhupguri: জল সরেছে, কিন্তু দুর্গত এলাকায় এখন জলেরই সঙ্কট! চলছে ‘জীবনে’র জন্য হাহাকার
Jalpaiguri Drinking Water Problem: এই পরিস্থিতিতে এলাকাবাসীর ভোগান্তির ছবি তুলে ধরে TV9 বাংলা। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। পিএইচই দফতরের উদ্যোগে নতুন করে পানীয় জলের কল বসানোর কাজ শুরু হয়েছে দুর্গত গ্রামগুলিতে। পাশাপাশি, অন্ধকার গ্রামগুলিতে সোলার লাইট লাগানোর কাজও চলছে জোরকদমে।
উত্তরবঙ্গে মমতার সফরসূচিতে শেষ মুহূর্তে বদল, আজ যাচ্ছেন না মিরিক
বুধবার তাঁর দার্জিলিং যাওয়ার কথা, সেখানে প্রশাসনিক বৈঠক হতে পারে।
Kantara Chapter 1 Climax Shooting: দুর্গা দশমী অর্থাৎ ২ অক্টোবর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে রিষভ শেট্টি পরিচালিত বহুপ্রতিক্ষীত মুভি 'কান্তারা চ্যাপ্টার ওয়ান'। কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু ও মালায়ালি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। প্রথমদিনেই বিশ্বব্যাপী আয়ের বিচারে ছক্কা হাঁকিয়েছে রিষভ শেট্টির নতুন ছবি। ১২ দিনে ভারতে আয়ের নিরিখে 'কান্তারা চ্যাপ্টার ওয়ান'-র ৪৫০ কোটির গণ্ডি অতিক্রম করে বক্স অফিসে তেহেলকা তৈরি করেছে। সিনেমার সাফল্যের নেপথ্যে রয়েছে টিমের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম। বক্স অফিসে যখন কান্তারা ঝড় তখন পরিচালক ঋষভ শেট্টি শেয়ার করেছেন ক্যামেরার পিছনের এক বিশেষ মুহূর্ত। যা দেখে বোঝা যাচ্ছে ছবিটি তৈরি করতে ঠিক কতটা কঠিন পথ পেরতে হয়েছে। View this post on Instagram A post shared by Rishab Shetty (@rishabshettyofficial) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঋষভ বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে পা ফুলে ঢোল-শরীরে ক্লান্তির ছাপ। তবুও শুটিংয়ের তার কোনও প্রভাব পড়তে দেননি পরিচালক। হাই-অকটেন ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং সম্পন্ন করেন। পোস্টের মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করেছেন শারীরিক যন্ত্রণাকে তোয়াক্কা না করে কী ভাবে শুটিং চালিয়ে গিয়েছেন। ওই পোস্টে আরও লিখেছেন, 'আজ কোটি কোটি মানুষ যে দৃশ্যটি ভালোবাসছেন তা সম্ভব হয়েছে শুধুমাত্র নিষ্ঠা আর আত্মবিশ্বাসের জন্য। সর্বোপরি আমাদের মনের ঈশ্বরভক্তির জন্য। এ যেন ঐশ্বরিক শক্তির প্রতিফলন।' আরও পড়ুন মাত্র ৩ দিনে রেকর্ড ব্যবসা, কত কোটির গণ্ডি পেরিয়ে নজিরবিহীন সাফল্য কান্তারা চ্যাপ্টার ১-এর? পায়ের ভয়ানক পরিণতির ছবি শেয়ার করে ঋষভ লিখেছেন, 'ক্লাইম্যাক্স শুটিংয়ের সময় পা ফুলে গিয়েছিল। শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল। আজ কোটি কোটি মানুষ সেই দৃশ্য দেখেছেন ও পছন্দ করেছেন। এটা সম্ভব হয়েছে আমাদের বিশ্বাসের শক্তির আশীর্বাদে। সবাইকে ধন্যবাদ, যারা সিনেমাটি দেখেছেন এবং ইতিবাচক মতামত জানাচ্ছেন ও প্রশংসা করছেন। এটা শুধুমাত্র সেই দিব্য শক্তির আশীর্বাদেই সম্ভব হয়েছে যাঁদের আমরা অন্তর থেকে বিশ্বাস করি। যারা আমাদের সমর্থন করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ।' আরও পড়ুন সিনেমাহলে গুলিবর্ষণ-অগ্নিসংযোগের মতো ঘটনায় ভারতীয় সিনেমায় কোপ, বন্ধ হল কোন দুটি ছবির প্রদর্শন? কান্তারা চ্যাপ্টার ওয়ানে অভিনয় করেছেন রুক্মিণী বাসন্ত, গুলশন দেবাইয়া ও জয়রাম। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে রয়েছেন রাকেশ পূজারি, হরিপ্রশান্ত এমজি, দীপক রাই পানাজে, শানিল গৌতম এবং নবীন বন্ডেল। এক রাজপরিবারের সঙ্গে উপজাতিদের সংঘাতকে ঘিরে গল্পটি আবর্তিত হয়েছে যারা দৈব শক্তির আশ্রয়ে নিজেদের জমি ও সংস্কৃতি রক্ষা করে। আরও পড়ুন মাদকাশক্ত সঞ্জয়কে ছুঁলেই মাটিতে লুটিয়ে যান! ভয়ংকর শারীরিক পরিস্থিতি নিয়ে অকপট তনুজা
Coldrif cough syrup deaths: মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় একাধিক শিশুমৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া চিকিৎসক ড. প্রবীণ সোনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। রাজ্য পুলিশের তদন্তে জানা গেছে, তিনি শিশুদের জন্য যে কোল্ডরিফ (Coldrif) নামে কফ সিরাপটি লিখে দিতেন, সেই ওষুধের জন্য তিনি প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে ১০ শতাংশ কমিশন পেতেন। ওই সিরাপটি উৎপাদন করত স্রেসান ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার (Sresan Pharmaceutical Manufacturer) নামের একটি তামিলনাড়ু-ভিত্তিক ওষুধ কোম্পানি, যার বিরুদ্ধে ইতিমধ্যেই নকল ও বিষাক্ত ওষুধ তৈরির অভিযোগ উঠেছে। তামিলনাড়ু সরকার কোম্পানিটির লাইসেন্স বাতিল করে উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে, পাশাপাশি ইডি (Enforcement Directorate) সংস্থার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে। এই মামলায় সোমবার পারাসিয়া আদালতের অতিরিক্ত সেশন বিচারক গৌতম কুমার গুজর ড. সোনির জামিন আবেদন খারিজ করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়,“সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ড. সোনি জেনেশুনে বিপজ্জনক ওষুধ শিশুদের প্রেসক্রাইব করেছেন, যার ফলে একাধিক শিশুর মৃত্যু হয়েছে।” আরও পড়ুন- লুধিয়ানায় আজতকের অঞ্জনা ওম কাশ্যপ, আরুণ পুরি ও ইন্ডিয়া টুডে গ্রুপের বিরুদ্ধে মামলা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (DGHS) নির্দেশ জারি করে জানায় — চার বছরের কম বয়সি শিশুদের জন্য Fixed Dose Combination (FDC) ওষুধ ব্যবহার করা যাবে না। তবুও ড. সোনি কোল্ডরিফ সিরাপ প্রেসক্রাইব চালিয়ে যান, যদিও জানা ছিল যে এই ওষুধ শিশুদের মূত্রনালীর জটিলতা ও কিডনি বিকল ঘটাচ্ছে। আরও পড়ুন- West Bengal news Live Updates: দুর্গাপুরের নির্যাতিতার পাশে ওড়িশার মুখ্যমন্ত্রী, ন্যায়বিচার দিতে সর্বস্তর থেকে 'চাপ' দেওয়ার বার্তা প্রতিবেদন অনুযায়ী,“ড. সোনির চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৫ জন শিশু মারা গেছে, এবং তিনি কোম্পানির কাছ থেকে প্রেসক্রিপশন বাবদ ১০ শতাংশ কমিশন পেয়েছেন।” ড. সোনির দাবি, তিনি নির্দোষ। ড. সোনির আইনজীবী পবন কুমার শুক্লা আদালতে বলেন, “তিনি একজন সরকারি চিকিৎসক। রোগীদের চিকিৎসার সময় শুধুমাত্র ওষুধ প্রেসক্রাইব করেছেন। ওষুধের গুণমান পরীক্ষার দায়িত্ব ওষুধ নিয়ন্ত্রণ দপ্তরের, তাঁর নয়।”তাঁর আরও দাবি,“ড. সোনি ৩৫–৪০ বছর ধরে চিকিৎসা পেশায় রয়েছেন, তিনি জেনেশুনে কোনও ক্ষতিকর ওষুধ লেখেননি।” আরও পড়ুন- Dipak Sarkar passes away:বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা দীপক সরকার এদিকে, পুলিশ জানিয়েছে, ড. সোনির আত্মীয়স্বজনের মালিকানাধীন একটি মেডিকেল স্টোর তাঁর বেসরকারি ক্লিনিকের পাশেই রয়েছে, যেখানে বিপজ্জনক ওই কাফ সিরাপের স্টক মিলেছে। তদন্ত এখন সেই দোকান ও বিতরণকারী সংস্থাগুলির দিকে বিস্তৃত করা হয়েছে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, “স্রেসান ফার্মাসিউটিক্যালের মালিক রঙ্গনাথনকে তামিলনাড়ুতে নিয়ে গিয়ে রাজ্য এসআইটি (SIT) আরও জিজ্ঞাসাবাদ করছে।” আরও পড়ুন- West Bengal weather Update:লম্বা ইনিংস খেলে শেষমেষ বর্ষার বিদায়! সময়ের আগেই বঙ্গে শীত? উত্তুরে হাওয়ায় কাঁপুনি কবে থেকে? ড. সোনি, স্রেসান ফার্মাসিউটিক্যালের পরিচালক ও জবলপুরের এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে ৪ অক্টোবর এফআইআর দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, ওই কোল্ডরিফ কফ সিরাপ–এ ডাইইথিলিন গ্লাইকোল (Diethylene Glycol) নামের বিষাক্ত রাসায়নিক মেশানো ছিল, যা শিশু মৃত্যুর কারণ হয়েছে। এই ওষুধ খাওয়ার পর চার বছরের কম বয়সী অনেক শিশু প্রস্রাবে সমস্যা, রক্তে ক্রিয়াটিনিন ও ইউরিয়া বেড়ে যাওয়া, কিডনি বিকল হওয়া–র মতো উপসর্গে আক্রান্ত হয়। বেশ কয়েকজনকে নাগপুরে স্থানান্তর করা হলেও, তারা সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মারা যায়।
৫০০ কোটির ব্যবসা করা ব্লকবাস্টার ‘কান্তারা ১’-এ মস্ত বড় ভুল! কোন দৃশ্য নিয়ে তোলপাড় নেটভুবন?
তিন বছর ধরে তিলে তিলে তৈরি করা এই পিরিয়ড ড্রামায় এত বড় ভুল!
১৩ যুদ্ধবিমান ও ৬ রণতরীতে তাইওয়ানকে ঘিরল চিন, যুদ্ধের প্রস্তুতি ড্রাগনের!
বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এসেছে চিন।
Visa Application Rejected |হামলার পর মুনির-খাজার ভিসা আবেদন খারিজ করল আফগানিস্তান
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তানের (Afghanistan) মধ্যে সংঘর্ষে উত্তপ্ত দুই দেশ। তার ওপরে আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগে কাবুলের কাছ থেকে বড়সড় ধাক্কা খেল ইসলামাবাদ। তবে তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আপাতত আফগানিস্তানের তরফে সংঘর্ষ থামানো হয়েছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানে তিনটি অনুষ্ঠানে আসতে চেয়ে গত তিন দিনে একাধিকবার ভিসার জন্য আবেদন […] The post Visa Application Rejected | হামলার পর মুনির-খাজার ভিসা আবেদন খারিজ করল আফগানিস্তান appeared first on Uttarbanga Sambad .
যশস্বী-রাহুলের চওড়া ব্যাটে সিরিজ ভারতের, হেরেও মন জিতল লড়াকু ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ জিতল ভারত।
Farha Khan: ১টাকাও পেলেন না, উল্টে চুমু খেলেন অভিনেতা, অবাক কাণ্ড ফাঁস করলেন পরিচালক!
Farha Khan: চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান সম্প্রতি গায়ক শান–এর বাড়িতে গিয়ে একসঙ্গে পুরনো দিনের স্মৃতিচারণ করলেন। দুজনেই ফিরে গেলেন তাঁদের কর্মজীবনের শুরুর দিকে। তখন ফারাহ ছিলেন নতুন সহকারী পরিচালক এবং শান মাত্রই বিনোদন জগতে পা রাখছেন। ফারাহ জানান, তাঁদের প্রথম দেখা হয়েছিল ১৯৯২ সালের জনপ্রিয় ছবি ‘জো জিতা ওহি সিকান্দর’–এর সেটে। তিনি তখন সহকারী পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন, কিন্তু শিগগিরই কোরিওগ্রাফিতে ঢুকে যেতে বলা হয় তাঁকে। রীতিমতো কোরিওগ্রাফারদের সাহায্য করতেন তিনি। এমনকি ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীরা না এলে, ফারাহ নিজেই সেই জায়গা পূরণ করতেন। Kishore Kumar: 'ওকে পাগল বললেই...', অদ্ভুত চোখ মুখ করতেন কিশোর! ভয়ের চোটে যা অবস্থা হয়েছিল তাঁর স্ত্রীর হেসে ফারাহ বলেন, “আমি তখন জুনিয়র ডান্সার ছিলাম! আসলে আমি সহকারী পরিচালক ছিলাম, পরে কোরিওগ্রাফার হয়েছিলাম। যে নৃত্যশিল্পীকে একটি দৃশ্যে দীপক তিজোরির সঙ্গে শট নিতে হতো, সে রাজি না হওয়ায় আমাকে পাঠানো হয়েছিল। সেই দৃশ্যে তিজোরি আমাকে গালে চুমু খায়!” শানও যোগ করেন, হ্যাঁ, আমি তখন সেটে ছিলাম একটা স্যাক্সোফোন হাতে! চার দিন শুটিং করেছিলাম, কিন্তু পর্দায় দেখা গেল মাত্র এক ঝলক। তিনি আরও বলেন, তখন আমাকে প্রতিদিন ১৫০ টাকা করে দেওয়া হয়েছিল, অন্যরা ৭৫ টাকা পেত। Rukmini Maitra: স্মৃতিতে ভেসে গেলেন রুক্মিণী, চিরঞ্জিতের সঙ্গে নতুন ছবিতে মনে পড়ছে নিজের বাবার কথা একথা শুনে ফারাহর অবাক প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য। তিনি নাকি সেই কাজ থেকে এক টাকাও পাননি। তাঁর কথায়, তুমি পেমেন্ট পেয়েছিলে? আমাকে তো এক পয়সাও দেয়নি! তবে সত্যি বলতে, ওই ছবিটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। টাকা নয়, অভিজ্ঞতাটাই ছিল অমূল্য। পুরনো দিনের সেই স্মৃতিতে হাস্যরস মিশিয়ে ফারাহ বলেন, আমার মনে আছে, যতীনের একটা গান ছিল-‘দিওয়ানে হাম প্যায়ার কে’। প্রযোজকেরা তখন এতটাই টানাটানিতে ছিলেন যে যতীনকেও গানে নাচিয়ে ফেলেছিলেন! এরপর দুজনে মজা করে সেই গানের তালে তালে নাচতেও শুরু করেন, যেন মুহূর্তেই ফিরে গেলেন তাঁদের তরুণ বয়সের সেই নির্ভেজাল, উচ্ছল দিনগুলোয়।
ভেসে গিয়েছিল জলের তোড়ে! ২ সপ্তাহ পর স্বস্থানে ফিরল জলদাপাড়ার জোড়া গণ্ডার
উত্তরবঙ্গের বন্যায় আলিপুরদুয়ার থেকে ভেসে কোচবিহারে চলে গিয়েছিল তারা।
লুধিয়ানায় আজতকের অঞ্জনা ওম কাশ্যপ, আরুণ পুরি ও ইন্ডিয়া টুডে গ্রুপের বিরুদ্ধে মামলা
Valmiki remarks row: হিন্দি নিউজ চ্যানেল আজতক–এর জনপ্রিয় সংবাদ উপস্থাপক ও ব্যবস্থাপনা সম্পাদক অঞ্জনা ওম কাশ্যপ, ইন্ডিয়া টুডে গ্রুপের চেয়ারম্যান ও এডিটর-ইন-চিফ আরুণ পুরি, এবং সংস্থা লিভিং মিডিয়া ইন্ডিয়া লিমিটেড–এর (ইন্ডিয়া টুডে গ্রুপ) বিরুদ্ধে ভল্মীকী সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করেছে লুধিয়ানা পুলিশ। এই মামলা দায়ের হয়েছে ভারতীয় ভল্মীকী ধর্ম সমাজ (BHAVADHAS)-এর জাতীয় সমন্বয়ক চৌধুরী যশপাল–এর অভিযোগের ভিত্তিতে। যশপাল অভিযোগ করেছেন, “অঞ্জনা কাশ্যপ জাতীয় টেলিভিশনে ভগবান মহর্ষি ভল্মীকীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। আমরা তাঁর অবিলম্বে গ্রেফতার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।” আরও পড়ুন- West Bengal news Live Updates: দুর্গাপুরের নির্যাতিতার পাশে ওড়িশার মুখ্যমন্ত্রী, ন্যায়বিচার দিতে সর্বস্তর থেকে 'চাপ' দেওয়ার বার্তা BHAVADHAS–এর মুখ্য সমন্বয়ক ও আম আদমি পার্টির নেতা, পাশাপাশি পাঞ্জাব সরকারের দলিত বিকাশ বোর্ডের চেয়ারম্যান বিজয় দানবও একই দাবি জানিয়ে বলেন, “কাশ্যপ ভল্মীকীজির অপমান করেছেন। আমরা তাঁর দ্রুত গ্রেফতার চাই।” পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৯ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করা) এবং এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইন–এর ৩(১)(ভি) ধারায় দায়ের করা হয়েছে। আরও পড়ুন- West Bengal weather Update:লম্বা ইনিংস খেলে শেষমেষ বর্ষার বিদায়! সময়ের আগেই বঙ্গে শীত? উত্তুরে হাওয়ায় কাঁপুনি কবে থেকে? লুধিয়ানার ৪ নম্বর ডিভিশন থানার এসএইচও ইন্সপেক্টর গগনপ্রীত সিংহ জানান, “এসসি/এসটি আইনের বিধি অনুসারে তদন্ত একটি ডিএসপি পদমর্যাদার অফিসারকে দেওয়া হবে। ফাইলটি কমিশনারের অফিসে পাঠানো হয়েছে।” লুধিয়ানা পুলিশ কমিশনার স্বপন শর্মা বলেন, “আইনি পরামর্শ নিয়েই মামলা দায়ের করা হয়েছে। অন্তত ১৩টি দলিত ও তফসিলি জাতি সংগঠন লিখিতভাবে অভিযোগ করেছিল যে, ওই অনুষ্ঠানে ব্যবহৃত ভাষা ও ভঙ্গি ছিল অবমাননাকর। তদন্ত এখনও চলছে।” আরও পড়ুন- Dipak Sarkar passes away:বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা দীপক সরকার এদিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে অঞ্জনা ওম কাশ্যপ এক বিবৃতিতে বলেন,“লুধিয়ানায় দায়ের হওয়া এফআইআরে উল্লিখিত অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। সংশ্লিষ্ট অনুষ্ঠানটি ছিল শ্রদ্ধাশীল ও ভারসাম্যপূর্ণ, সাংবাদিকতার নীতিনির্ধারিত মান বজায় রেখেই প্রচারিত হয়েছিল। পুরো ফুটেজে কোথাও ভগবান মহর্ষি ভল্মীকীর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়নি।” তিনি আরও বলেন,“সোশ্যাল মিডিয়ায় কিছু সম্পাদিত ও বিভ্রান্তিকর ক্লিপ ছড়িয়ে পড়েছে, যা অনুষ্ঠানের মূল ভাব বিকৃত করছে। আমরা আদালতের দ্বারস্থ হব এবং এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।”
Egra News: হাসপাতালে শিশুমৃত্যু! বিক্ষোভ থামাতে গিয়ে থানার অদূরেই মার খেল পুলিশ
Police Attacked in Egra: বলে রাখা প্রয়োজন, ওই মহকুমা হাসপাতাল থেকে এগরা থানার দূরত্ব মাত্র দু'কিলোমিটার। কর্তব্যরত পুলিশ কর্মী ঘটনাস্থলে পৌঁছতেই ক্ষোভ উগড়ে দেয় পরিবার। তাঁদের থামানোর চেষ্টা করেন ওই পুলিশ কর্মী। তখনই বিক্ষুব্ধদের রাগ পড়ে ওই তাঁর উপর। প্রথমে উর্দি ধরে টান, তারপর থাপ্পড়। রাস্তায় ফেলে পেটানো হল ওই পুলিশ কর্মীকে। ছিঁড়ে দেওয়া হল উর্দিও।
‘আর্থিক সংকটে ভুগেও যেভাবে খেলছে…’, ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ে মুগ্ধ লারা
'অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর দিশা মিলবেই', খোলা চিঠিতে উত্তরসূরিদের বার্তা আশাবাদী লারার।
Kolkata News Live Updates: দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীদের কড়া শাস্তির জন্য খোদ ওড়িশার মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি নিজে গতকাল নির্যাতিতা এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। সুবিচার দিতে ওড়িশা সরকারের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে সর্বোতভাবে চাপ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। আরও পড়ুন- Dipak Sarkar passes away:বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা দীপক সরকার এদিকে একেবারে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবারের সফরসূচিতে বদল। মিরকে যাওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। সুখিয়াপোখরিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ কার্শিয়ং থেকে সড়কপথে সুখিয়াপোখরিতে ত্রাণ শিবিরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন- West Bengal weather Update:লম্বা ইনিংস খেলে শেষমেষ বর্ষার বিদায়! সময়ের আগেই বঙ্গে শীত? উত্তুরে হাওয়ায় কাঁপুনি কবে থেকে? ত্রাণ বন্টনের পাশাপাশি সেখানে মৃতদের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। গতকাল ত্রাণ বিলির কাজে জলপাইগুড়ির নাগরাকাটায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ত্রাণ বন্টনের পাশাপাশি দুর্যোগের জেরে মৃতদের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছিলেন তিনি।
East Bengal FC: ২০২৫ আইএফএ শিল্ডে (IFA Shield 2025) নামধারী এফসি খেলতে নামছে ২৯ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এই ম্যাচটি মঙ্গলবার (১৪ অক্টোবর) কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজন করা হবে। ইতিমধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন, এই ম্যাচটা কি আদৌ মোবাইলের পর্দায় ফ্রি'তে দেখা যাবে? আসুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। East Bengal FC News: ইস্টবেঙ্গলকে নিয়ে বড় খবর, চাঞ্চল্যকর মন্তব্য অস্কার ব্রুজোঁর ইস্টবেঙ্গল বনাম নামধারী এফসি ম্য়াচটা ভার্চুয়াল সেমিফাইনাল বলা যেতেই পারে। যে দল এই ম্য়াচে জয়লাভ করবে, তারাই কনফার্ম করতে পারবে ফাইনালের টিকিট। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে এই দুটো দলই চলতি টুর্নামেন্টে শ্রীনিধি ডেকান এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। ইস্টবেঙ্গল জয়লাভ করেছিল ৪-০ গোলে। অন্যদিকে, নামধারী জিতেছিল ৩-০ গোলে। East Bengal FC: নামধারী ম্য়াচের আগে হিরোশিকে নিয়ে বড় খবর, আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা এই পরিস্থিতিতে যে দল গ্রুপ শীর্ষে থাকবে, তারাই ফাইনালের রাস্তা প্রশস্থ করতে পারবে। যারা জয়লাভ করবে, তারা টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্ট কিংবা ইউনাইটেড এসসি-র বিরুদ্ধে খেলতে নামবে। East Bengal FC: নামধারী ম্য়াচের আগে হিরোশিকে নিয়ে বড় খবর, আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবারের (১৪ অক্টোবর) ম্যাচে ইস্টবেঙ্গল গোল পার্থক্যে (+৪ গোলের তুলনায় নামধারীর +৩ গোল) কিছুটা হলেও এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে আজকের ম্যাচে যদি মশালবাহিনী ড্র'ও করে, তাহলেও ফাইনালে লাল-হলুদ ব্রিগেড যোগ্যতা অর্জন করতে পারবে। ২০১২ সালে ইস্টবেঙ্গল শেষবার আইএফএ শিল্ড জিতেছিল। Mohun Bagan Super Giant News: মোহনবাগানকে নিয়ে দুর্দান্ত খবর, উচ্ছ্বাসের বাঁধ ভাঙল সমর্থকদের গ্রুপ বি'র বর্তমান ছবিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। মোহনবাগান এবং ইউনাইটেড এসসি দুটো দলই গোকুলাম কেরালাকে পরাস্ত করেছে। বুধবার (১৫ অক্টোবর) মোহনবাগান এবং ইউনাইটেড এসসি দুটো দলই একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। যারা জিতবে ফাইনালে তারা ইস্টবেঙ্গল কিংবা নামধারীর বিরুদ্ধে খেলতে নামবে। ফাইনাল ম্য়াচ আগামী ১৮ অক্টোবর আয়োজন করা হবে। আইএফএ শিল্ড ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক সফল দল মোহনবাগান। ২০০৩ সালে তারা ২০ নম্বর আইএফএ শিল্ডের খেতাব জয় করেছিল। বর্তমানে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাতে আশা করা হচ্ছে যে ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ আয়োজন করা হবে। কলকাতার এই দুই শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব ৫০ তম আইএফএ শিল্ড ফাইনালে খেলতে নামছে। পাশাপাশি, এই দুটো কপিই ইন্ডিয়ান সুপার লিগে খেলে। আদৌ ফ্রি'তে দেখা যাবে ইস্টবেঙ্গল-নামধারী ম্য়াচ? মঙ্গলবার (১৪ অক্টোবর) ইস্টবেঙ্গল-নামধারী ম্য়াচটি কিশোর ভারতী স্টেডিয়ামে বেলা আড়াইটে থেকে শুরু হবে। আপনারা এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং SSEN অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পাবেন। তবে সেটা একেবারেই নিখরচায় হবে না। আপনাকে ৯৯ টাকা খরচ করতে হবে।
‘সন্ত্রাসের আঁতুড়ঘর’পাকিস্তানকে তুলোধোনা, রাষ্ট্রসংঘে PoK ইস্যুতেও সরব ভারত
অধিকৃত কাশ্মীরে পাকসেনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ।
চোখে জল নিয়ে ঐশ্বর্যকে ফিল্মফেয়ার উৎসর্গ অভিষেকের, তবুও বচ্চনবধূর পোস্টে ‘ব্রাত্য’স্বামী
প্যারিস থেকে কী এমন লিখলেন ঐশ্বর্য?
প্রয়াত মেদিনীপুরের প্রবীণ সিপিএম নেতা দীপক সরকার, কয়েকঘণ্টা আগেও ছিলেন পার্টি অফিসে
দীপক সরকার সিপিএম জেলা সম্পাদকের পদ সামলেছেন দীর্ঘদিন।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার নেপালের ঢেউ আছড়ে পড়ল আফ্রিকায়। জেন জেড (Jane Z) যে একটি দেশের সরকার বদলে দিতে পারে তা প্রথম শুরু হয়েছিল নেপালে। সেরকমই জেন জেডের বিক্ষোভের (Demonstration) মুখে পড়ে সোমবার দেশ ছেড়ে পালাল পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট (President of Madagascar) অ্যান্ড্রে রাজোয়েলিনা। যদিও বিক্ষোভের আঁচ কমাতে দিন দশেক আগে সেদেশের […] The post President of Madagascar | ফের জেন জেডের বিক্ষোভ! দেশ ছেড়ে পালাল মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা appeared first on Uttarbanga Sambad .