Humayun Kabir: ‘সেকুলার দল’, হুমায়ুন প্রার্থী দিচ্ছেন মমতা-শুভেন্দুর বিরুদ্ধেও!
Humayun Kabir: হুমায়ুন এর আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে আগে জাতিসত্তা, তার পর রাজনৈতিক দল। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার দিনই ঘোষণা করে দেন ২২ ডিসেম্বরই নতুন দল গড়ছেন তিনি। তবে তাঁর লক্ষ্য, সরকার গঠন নয়, বিধানসভায় বিরোধী আসনে বসতে চান সদ্য তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক।
নো বলে শততম উইকেট পেয়েছেন? বুমরাহর রেকর্ড গড়া ম্যাচে এড়ানো গেল না বিতর্ক
রিপ্লেতে কী দেখা গিয়েছে?
‘বুমরাহকে ছয় মারলে সিনেমা তৈরি হয়’, পাক ব্যাটারকে খোঁচা ভারতের প্রাক্তন তারকার!
প্রথম ভারতীয় বোলার হিসেবে তিন ফরম্যাটে ১০০ উইকেটের নজির গড়েছেন বুমরাহ।
‘ভাইয়ের মুক্তি চাই’, হাজার সমর্থক-সহ আদিয়ালা জেলের বাইরে ধরনায় ইমরানের বোনেরা
ইমরানের মুক্তির যাবতীয় রাস্তা বন্ধ করতে নয়া ষড়যন্ত্র শাহবাজের।
‘ধুরন্ধর’-এ রহমান ডাকাতের এন্ট্রি ভাইরাল! বাবা বিনোদের নাচ অনুসরণ করেই চর্চায় অক্ষয়?
এই এন্ট্রিকে দর্শকরা 'জামাল কুদু পার্ট টু' বলতে শুরু করেছে।
অবাধে ঢুকছে উত্তুরে বাতাস, আগামী সাতদিন শীতের আমেজ বঙ্গে
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
সৌদির নামে রাজ্যেরই দুই ‘ক্কারী’কে দিয়ে মসজিদের শিলান্যাস! ফের বিতর্কে হুমায়ুন, তুঙ্গে টানাপোড়েন
অভিযোগ স্বীকার করে রাজ্যের মন্ত্রীকে নিশানা হুমায়ুনের।
Indian Women Blind Football: শীতের সকাল। এবড়ো খেবড়ো মাঠে শিশিরের আস্তরণ। কুয়াশা সবে কাটছে। দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে একটু সমস্যাই হচ্ছিল। মাঠের এক কোণে দাঁড়িয়ে তিন জন ছেলে এবং একটি মেয়ে। মেয়েটির গায়ে ভারতীয় ফুটবল দলের জার্সি, ট্র্যাক প্যান্ট। বাকি তিনজনের জামা কাপড় ছাপোষা সাদামাটা। মাঠে তখন জমিয়ে ক্রিকেট খেলছে পাড়ার ছেলেরা। আর এরা অপেক্ষায় ছিল ফাঁকা মাঠের। প্রশিক্ষণের জন্য। এরা প্রত্যেকই কোন না কোন সময়ে ভারতীয় দলের হয়ে খেলেছে (Indian Football)। এমন খেলোয়াড়রা প্র্যাকটিসের জন্য মাঠ খুঁজে বেড়াচ্ছে? হ্যাঁ! শুনতে বা পড়তে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। এরা চারজনই দৃষ্টিহীন। প্রশিক্ষণের জন্য ওদের মাঠটুকু পর্যন্ত নেই। ভারতের মহিলা প্রতিবন্ধী ফুটবল দলের অধিনায়ক সঙ্গীতা। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ Curse of the sea: ঘোড়ামারা: যে দ্বীপের মৃত্যু ঘণ্টা বাজছে প্রতিদিন, একটু একটু করে গিলে খাচ্ছে নদী! এদের মধ্যে মেয়েটি সম্প্রতি কিছুদিন আগেই জাপান থেকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এসেছে। ভারতের মহিলা প্রতিবন্ধী ফুটবল দলের অধিনায়ক। নাম, সঙ্গীতা মেট্যা। বয়স ৩১ এর কোটায়। আর পাঁচজন সাধারণ খেলোয়াড়ের মতনই অত্যন্ত প্রতিভাবান একজন খেলোয়াড়। তা সত্ত্বেও তার পরিচিতি কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ। স্বাভাবিক মানুষের ভিড়ে ওদের গণ্য করা হয় না। ছোটবেলা থেকে ওদের বেড়ে উঠা আট-দশটি শিশুর মতো হয়নি। সমাজের কিছু মানুষও ওদের আলাদা চোখে দেখে। কারণ ওরা প্রতিবন্ধী। প্রতিবন্ধকতা নিয়ে জন্মালেও বিশ্ব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সঙ্গীতা। অদম্য জেদ আর বিভিন্ন বাধা-বিপত্তি পার করে সঙ্গীতা ফুটবল খেলতে শুরু করে। এক্সপ্রেস ফটো শশী ঘোষ Old Doors and windows: পুরনো বাড়ির দরজা জানলার ঠাঁই হয় যে বাজারে পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া চিলকাগড় গ্রামের মেয়ে। বাড়িতে বৃদ্ধ বাবা মা বড় ভাই বৌদি এই নিয়ে তার সংসার। বাবা চাষবাসের সঙ্গে যুক্ত। গ্রামের দরিদ্র পরিবার। বাড়ির কেউ আগে কখনো ফুটবল খেলেনি। জন্মের সময় থেকে সে আশি শতাংশ দেখতে পায় না। সঙ্গীতার কথায়, ‘ছোটবেলায় বাড়ির পাশে পাড়ার ছেলেরা ফুটবল খেলত। সেখান থেকেই আমার খেলার প্রতি আগ্রহ জন্মায়। এক মেয়ে তার উপরে চোখে দেখতে পায় না বাড়ির কেউ আমাকে উৎসাহ দিতে আসেনি। নিজের মধ্যেই চেপে রেখেছিলাম খেলার ইচ্ছেটা।’ কোচ গৌতম দের সঙ্গে মাঠে প্র্যাকটিস করতে ব্যস্ত সঙ্গীতা। এক্সপ্রেস ফটো শশী ঘোষ Baruipur News: রোজ অগণিত মানুষের বৈতরণী পারের গুরুদায়িত্ব তাঁরই কাঁধে, কর্তব্যে অবিচল টুম্পা এরপর ২০১৭ সাল। গ্রামে পড়াশোনা শেষ করে রবীন্দ্রভারতীতে বাংলা নিয়ে পড়তে আসে সঙ্গীতা। এরপর ওখানেই জানতে পারে প্রতিবন্ধীরাও খেলতে পারেন। তাঁদেরও দল রয়েছে। প্রথমে নাম লেখায় ক্রিকেট দলে। এরপর প্রশিক্ষণ নিতে শুরু করেন। সুযোগ আসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে খেলার। ফুটবল খেলার ইচ্ছেটা তার মধ্যে কোথাও যেন লুকিয়ে ছিল। ২০১৮ সালে ফুটবল অ্যাসোসিয়েশন অফ ব্লাইন্ড এর সম্পাদক গৌতম দের সঙ্গে আলাপ হয় সঙ্গীতার। তিনি ফুটবল খেলার প্রস্তাব দেন। আর বিন্দুমাত্র দেরি না করে রাজি হয়ে যায়। গৌতমবাবু নিজেও একজন দৃষ্টিহীন ফুটবলার। অসংখ্য সার্টিফিকেট, মেডেল তার ঝুলিতে রয়েছে। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ Boatman Of Bengal: স্বরূপের ঘরদোর জুড়ে আজও ভেসে বেড়ায় ভুলে যাওয়া 'আদরের নৌকো' তাঁর কথায়, “ সঙ্গীতা আমার কথা শোনা মাত্র রাজি হয়ে যায়। আমি ওকে কোচিং করাতে শুরু করি। সঙ্গীত ভীষণ প্রতিভাবান একজন ফুটবলার খুব তাড়াতাড়ি সে খেলা রপ্ত করে নেয়। আমি সে সময় দৃষ্টিহীন মহিলা ফুটবল দল তৈরি করছিলাম।” এরপর অদম্য জেদ আর বিভিন্ন বাধা-বিপত্তি পার করে সঙ্গীতা ফুটবল খেলতে শুরু করে। ২০২২ সালে পুণেতে ভারতীয় মহিলা জাতীয় দলে ( Indian Women Football) খেলার সুযোগ আসে। ২০২৩ সালে সঙ্গীতা লন্ডনের বার্মিংহামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে যান। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র মেয়ে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। (indian football team) প্র্যাকটিস করার জন্য মাঠটুকু পর্যন্ত বরাদ্দ থাকে না। এক্সপ্রেস ফটো শশী ঘোষ এরপর ২০২৪, জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবার জন্য যায় টোকিও। স্ট্রাইকার এবং মাঝমাঠে তার খেলা সবার নজর কাড়ে। দেশে ফিরে সংবর্ধনা, অনেক মানুষের বাহবাও পেয়েছিলেন। অসংখ্য সার্টিফিকেট, মেডেল তার ঝুলিতে রয়েছে। কিন্তু এতসবের পরেও সঙ্গীতার জীবন সেই অন্ধকারেই পড়ে আছে। একটা চাকরিটুকু পর্যন্ত ভাগ্যে জুটলো না। ঈশ্বর যেন গোলপোস্টে কঠিন গোলকিপারের ভূমিকা পালন করছে। অভিযোগ, ফুটবল ফেডারেশন প্রতিবন্ধী খেলোয়াড়দের প্রতি বিমাতাসুলভ আচরণ করে থাকে। খেলোয়াড়দের জন্য খাবারের ব্যবস্থা তো দূরে থাক, এক গ্লাস জলেরও ব্যবস্থা করে না! কোথাও খেলতে যাওয়ার আগে প্র্যাকটিস মাঠ কিংবা ট্রেনের টিকিটটুকু পর্যন্ত জোটে না। এটা কী করে হয়? ভারতীয় মহিলা ফুটবল দলের পাশাপাশি মহিলা ক্রিকেটেও খেলেছেন সঙ্গীতা। এক্সপ্রেস ফটো শশী ঘোষ সঙ্গীতা বলেন,‘আমরা প্রতি নিয়ত লড়াই করে বেঁচে আছি। আজকে যারা মেইনস্ট্রিম খেলার সঙ্গে যুক্ত ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে তাদের দেখুন আর আমাদের অবস্থা দেখুন! আমাদের কেউ স্পন্সর পর্যন্ত করে না। প্র্যাকটিস করার জন্য আমরা জায়গা পর্যন্ত পায়না। সবার কাছে অনুরোধ করার পরে, কারো বাড়ির উঠোন, ছাদ, কিংবা ছোট্ট একটা কোনায় আমরা নিজেরা প্রশিক্ষণ করি। (Indian Women Football Team )ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলে আসার পরে অনেক নেতা মন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। এখনো একটা চাকরি পর্যন্ত কেউ দিল না। মুখ্যমন্ত্রীর সাথে অনেকবার যোগাযোগ করেছি। চাকরি পায়নি। সবাই কিছু টাকা দিয়ে সাহায্য করবার কথা বলেছে। আমার তো টাকার দরকার নেই, একটা চাকরি দিলেই হবে! নিজে পরিশ্রম করে উপার্জন করব।’ সঙ্গীতার মত বাংলার আরও অনেক খেলোয়াড়রা রয়েছেন যারা ভীষণ প্রতিভাবান। এক্সপ্রেস ফটো শশী ঘোষ এই কথাগুলো কোচ গৌতম দের পাশে বসে আক্ষেপে সুরে বলছিলেন সঙ্গীতা। গৌতম বাবুও নিজের ক্ষোভ উপড়ে দিলেন এই কথাগুলো শুনে, ‘আমাদের মধ্যে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে। আজকে দেখুন আমাদেরই বাংলার মেয়ে রিচা ঘোষ। আমাদের গর্ব। সরকার তাকে একটি চাকরি দিল। সঙ্গীতাকেও তো একটা চাকরি দিতে পারতো। অনেক চিঠি লিখেছি মুখ্যমন্ত্রীর দপ্তরে, লাভ কিছুই হয়নি। আমরা যে ফুটবল প্র্যাকটিস করব তার জন্য মাঠটুকু পর্যন্ত বরাদ্দ থাকে না। খাবারের কথাটা ছেড়েই দিন। নিজেদের পকেটে টাকা খরচা করে আমরা ম্যাচ খেলতে যাই। প্রতিবন্ধী খেলোয়াড়দের প্রতি সকলেই উদাসীন।’ ‘আমার টাকার দরকার নেই, একটা চাকরি দিলেই হবে! নিজে পরিশ্রম করে উপার্জন করব।’ এক্সপ্রেস ফটো-শশী ঘোষ সঙ্গীতার মত বাংলার আরও অনেক খেলোয়াড়রা রয়েছেন যারা ভীষণ প্রতিভাবান। কিন্তু সঠিক সুযোগ এবং পরিকাঠামোর অভাবে তারা হারিয়ে যাচ্ছে। প্রতিবন্ধকতা তাদের প্রধান শত্রু নয়। তাঁদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে পরিস্থিতি, আমাদের দেশের ক্রীড়া জগতের দুর্বল পরিকাঠামো। সুদিন ফেরার অপেক্ষায় দিন গুনছে। চলবে…
রাতের অন্ধকারে বিএলও’র বাড়িতে দুষ্কৃতী ‘তাণ্ডব’, দরজায় লাথি! তীব্র উত্তেজনা খড়দহে
ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বুধেও বাতিল ইন্ডিগোর একাধিক বিমান, ‘প্রয়োজনে সিইও-কে বরখাস্ত করব’, হুঁশিয়ারি মন্ত্রীর
আর কী বললেন তিনি?
Breaking News in Bengali Live Updates: ইতিমধ্যেই ২৯ লক্ষ ভোটারের নো ম্যাপিং বা ২০০২ এর সঙ্গে কোন লিঙ্ক পায়নি কমিশন। মঙ্গলবার CEO-র সঙ্গে বৈঠকের পর জানান রাহুল সিনহা। তা নিয়েও চাপানউতোর তুঙ্গে। এরইমধ্যে কোথাও শোকজ নোটিস গেল বিএলও-দের কাছে। কোথাও আবার আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল ভোটার কার্ড।
SIR in Bengal: এবার খড়দহে বিএলও-র বাড়িতে হামলা দুষ্কৃতীদের, খসড়া তালিকা প্রকাশের আগে বাড়ছে আতঙ্ক
BLO attacked: BLO মানব চন্দ্র বলেন, কারা এই হামলা চালিয়েছে, বলতে পারব না। তবে বাড়িতে বয়স্ক বাবা-মা আছেন। আমরা তিনজনই বাড়িতে থাকি। এই ঘটনায় আতঙ্কে রয়েছি। বিএলও-র কাজের জন্যই যে তাঁর বাড়িতে হামলা হয়েছে, সেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যদি কারও নাম বাদ যায়, তাহলে তাঁরা কী করবেন?
Kolkata Weather Today: পাহাড় থেকে সমতল রাজ্যের সর্বত্র শীত যেন জাঁকিয়ে বসেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, অন্তত আরও সাত দিন জুড়ে রাজ্যে ঝোড়ো ব্যাটিং করবে শীত। উত্তরে হাওয়ার জোরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ধারাবাহিকভাবে নামছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামী সাতদিন রাজ্যের কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আরও পড়ুন- খুনের আশঙ্কায় হেলিকপ্টারে ঘুরবেন হুমায়ুন, নিরাপত্তায় মোতায়েন আট বাউন্সার গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আজও শহরে তাপমাত্রা ১৪–১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস। সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা ১১–১৪ ডিগ্রি এবং সমুদ্রতীরবর্তী অঞ্চলে ১৪–১৬ ডিগ্রি থাকার সম্ভাবনা। আরও পড়ুন- রাজ্যে SIR পর্ব চলাকালীন বিরাট অভিযোগে 'বোমা' ফাটালেন শুভেন্দু, চরম অস্বস্তিতে তৃণমূল উত্তরবঙ্গের পরিস্থিতি আরও শীতল। দার্জিলিংয়ে তাপমাত্রা আগামী এক সপ্তাহ ৪–৬ ডিগ্রির মধ্যে থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই জেলা গুলিতে ১৩–১৫ ডিগ্রি তাপমাত্রার পাশাপাশি ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে।আইএমডি জানিয়েছে, শীতের এই প্রবাহ চলবে আরও অন্তত এক সপ্তাহ। রাতের তাপমাত্রা খুব একটা বদলাবে না, তবে দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে। আরও পড়ুন- 'আমিই হব ‘কিংমেকার’! 'দাবাং' স্টাইলে বিরাট হুঙ্কার হুমায়ুনের পরবর্তী সাত দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পুরো সপ্তাহজুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জেলা ও উত্তরবঙ্গের তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় ঘন কুয়াশার দাপট কিছুটা বাড়বে বলেও জানানো হয়েছে। আরও পড়ুন- চিকেন প্যাটিস বিক্রির 'অপরাধে' খাস কলকাতায় বিক্রেতাকে হেনস্থা, মারধর, ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
কোহলির ধারেকাছেও নেই বুমরাহ! সিনিয়রকে ‘খোঁচা’দিয়ে অর্শদীপ বললেন, ‘আরও পরিশ্রম করতে হবে’
আর কী বলেছেন বাঁ-হাতি পেসার?
Mehul Choksi |মেহুল চোকসিকে ভারতে ফেরানোর অনুমতি বেলজিয়ামের সুপ্রিম কোর্টের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যঙ্কের (PNB) ঋণখেলাপি, পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে (Mehul Choksi) ভারত প্রত্যর্পণের অনুমতি দিল বেলজিয়ামের সুপ্রিম কোর্ট (Belgian Supreme Court)। যদিও ভারতে প্রত্যর্পণের আর্জিতে আগেই সায় দিয়েছিল বেলজিয়ামের নিম্ন আদালত। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মেহুল চোকসি সে দেশের সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিলেন, সেটাও খারিজ হয়ে গেল। অর্থাৎ তাঁকে […] The post Mehul Choksi | মেহুল চোকসিকে ভারতে ফেরানোর অনুমতি বেলজিয়ামের সুপ্রিম কোর্টের appeared first on Uttarbanga Sambad .
মিডিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক জয়া! বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন আশুতোষ রানা
বহুদিন ধরেই পাপারাজ্জিদের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক জয়া বচ্চনের।
৩ দশক পুরনো মামলায় বড় পদক্ষেপ, গ্রেপ্তার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা জাভেদ
বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের ঘনিষ্ঠ এই জাভেদ।
Intermittent Fasting Guide: ইন্টারমিটেন্ট ফাস্টিং বা সংক্ষেপে আইএফ (IF) এখন খুব পরিচিত ও জনপ্রিয় একটি খাদ্যাভ্যাস। এটি কোনও নির্দিষ্ট খাবার খাওয়ার নিয়ম নয়; বরং কখন খাবেন এবং কখন খাবেন না—এই সময়কে ভাগ করে একটি সুনির্দিষ্ট প্যাটার্ন তৈরি করার পদ্ধতি। সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, সঠিকভাবে অনুসরণ করলে ইন্টারমিটেন্ট ফাস্টিং ওজন কমানো, মেটাবলিজম উন্নত করা, ইনসুলিন সেনসিটিভিটি বাড়ানো এবং শরীরে ফ্যাট জমা কমাতে বিশেষভাবে কার্যকর। আইএফ (IF)-এর সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ১৬/৮ পদ্ধতি, যেখানে ১৬ ঘণ্টা উপবাস এবং ৮ ঘণ্টার মধ্যে খাবার খাওয়া হয়। আরেকটি সহজ পদ্ধতি হল ১৪/১০, যা নতুনদের জন্য তুলনামূলকভাবে আরামদায়ক। এই পদ্ধতিগুলো টাইম রেস্ট্রিকটেড ইটিং (Time Restricted Eating) বা টিআরই (TRE) নামে পরিচিত। ২০২৪ সালের উচ্চমানের গবেষণায় টিআরই (TRE)–কে ওজন কমানো, রক্তে ইনসুলিন নিয়ন্ত্রণ, কোমরের মাপ কমানো এবং শরীরের ফ্যাট কমানোর ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী প্রমাণ দেওয়া পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন- শুধু রান্না, রূপচর্চায় সাহায্যই নয়, ভাগ্যও বদলে দিতে পারে হলুদ! জানুন কীভাবে কিছু মানুষ অল্টারনেট ডে ফাস্টিং (Alternate Day Fasting) বা এডিএফ (ADF) অনুসরণ করেন। যেখানে একদিন স্বাভাবিকভাবে খাওয়া হয় এবং পরের দিন খুব কম বা একেবারে না খেয়ে থাকা হয়। এটি কার্যকর হলেও দীর্ঘমেয়াদে অনেকেই এটি ধরে রাখতে পারেন না। আবার ৫:২ (5:2) পদ্ধতিতে সপ্তাহে পাঁচ দিন স্বাভাবিকভাবে খেতে হয় এবং দু’দিন ৫০০-৬০০ ক্যালোরি খাওয়া যায়। এই পদ্ধতি এলডিএল (LDL)-কোলেস্টেরল কমাতে কাজে লাগবে বলেই গবেষণায় বলা রয়েছে। আরও পড়ুন- প্রয়াত আন্তর্জাতিক ফটোগ্রাফার, অবসান এক অধ্যায়ের ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের প্রধান উপকার হল, মেটাবলিক সুইচিং। অর্থাৎ দীর্ঘ সময় না খেলে শরীর গ্লুকোজের পরিবর্তে ফ্যাট ভেঙে শক্তি উৎপাদন করে। এর ফলে ইনসুলিন কাজ করতে সুবিধা পায়, রক্তে সুগার নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত ফ্যাট গলে যায়। পাশাপাশি রক্তচাপ কমা, ট্রাইগ্লিসারাইড কমে যাওয়া, এইচডিএল (HDL) বা ‘ভাল কোলেস্টেরল’ বৃদ্ধি এবং প্রদাহ কমার মত আরও উপকারিতা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে দেখা যায়। আরও পড়ুন- ঝলমল করে উঠবে দাম্পত্য, সুখের সাগরে ভাসবেন নবদম্পতি! বাস্তু মেনে ঘর সাজালেই মিলবে অবিশ্বাস্য ফল তবে উপকার থাকলেই ঝুঁকি নেই—তা বলা যায় না। একটি বড় গবেষণায় দেখা গেছে ৮ ঘণ্টার কম খাওয়ার সময় অনুসরণকারীদের মধ্যে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি বেশি। তবে গবেষণাটি এখনো পিয়ার-রিভিউ হয়নি এবং অংশগ্রহণকারীদের খাদ্যের মান, ব্যায়াম বা জীবনযাত্রা সম্পর্কিত তথ্য নেই। তাই বিশেষজ্ঞদের মতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সতর্ক থাকা জরুরি। আরও পড়ুন- সমস্ত বাধা পেরিয়েও লক্ষ্যপূরণ করে এই ৪ রাশি, হোঁচট খেলেও থেমে থাকে না! আপনিও কি এই দলে? আইএফ (IF) শুরু করলে প্রথম ১-২ সপ্তাহে ক্ষুধা বাড়া, মাথা ধরার মতো সমস্যা, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য বা মুড পরিবর্তন হওয়া স্বাভাবিক। শরীর নতুন রুটিনে অভ্যস্ত হয়ে গেলে এসব সমস্যা কমে যায়। তবে কেউ কেউ উপবাসের পরে অতিরিক্ত খাওয়া বা খাবার নিয়ে অতিরিক্ত চিন্তায় ভুগতে পারেন। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হরমোন পরিবর্তনের আশঙ্কা থেকে যায়, মাসিক অনিয়ম হতে পারে। হাড়ের স্বাস্থ্যের ক্ষেত্রে গবেষণা বলছে, ৬ মাস পর্যন্ত টিআরই (TRE) পদ্ধতিতে তেমন কোনও ক্ষতিকর প্রভাব নেই। বরং ওজন কমার সময় কিছু সুরক্ষা দেওয়া যেতে পারে। তবে দীর্ঘ সময় না খাওয়ার কারণে অনেকেরই শারীরিক কাজকর্ম কমে যায়, যা হাড়ের ক্ষতি করতে পারে। তাই আইএফ-এর সঙ্গে নিয়মিত ব্যায়াম করলে ফলাফল অনেক ভালো হয়। কাদের জন্য নিষিদ্ধ? কাদের ইন্টারমিটেন্ট ফাস্টিং করা উচিত নয়—এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। গর্ভবতী বা স্তন্যদানকারী মা, ১৮ বছরের নীচে শিশু বা কিশোর, টাইপ-১ ডায়াবেটিস রোগী, খাবার-সংক্রান্ত মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি, লিভার বা কিডনির গুরুতর অসুস্থতা থাকলে আইএফ করা যাবে না। এছাড়া টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, গলস্টোন, জিইআরডি (GERD), আলসার বা ৬৫ বছরের বেশি বয়সের মানুষকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আইএফ (IF) শুরু করতে হবে। শরীর সুস্থ আছে কি না—তা মনিটরিং করাও খুব জরুরি। নিয়মিত ওজন, রক্তচাপ, ব্লাড সুগার এবং কোলেস্টেরল পরীক্ষা করলে এর ঝুঁকি কমে যায়। মাথা ঘোরা, বারবার দুর্বল লাগা, ঘুমে সমস্যা হওয়া, মুড খারাপ থাকা বা মহিলাদের ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যাওয়া—এসব হলে আইএফ (IF) বন্ধ করতে হবে। ইন্টারমিটেন্ট ফাস্টিংকে নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। কেউ মনে করেন—'ফাস্টিং করলে মেটাবলিজম কমে যায়', কিন্তু গবেষণা বলছে ফাস্টিং শরীরে শক্তি উৎপাদনের জন্য কিটোন ব্যবহার বাড়ায়, যা মেটাবলিজম কিছুটা বাড়াতে পারে। আবার কেউ ভাবেন খাওয়ার সময় যা খুশি খেতে পারবেন—এটাও ভুল ধারণা। ভালো ফল পেতে খাবারের মান গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, আইএফ (IF) এমন একটি পদ্ধতি যা সঠিকভাবে অনুসরণ করলে অনেক উপকার দেয়, কিন্তু এটি কোনও জাদু সমাধান নয়। দীর্ঘমেয়াদি ফল পেতে চাইলে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম এবং সুষম জীবনযাপন—এই তিনটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
H-1B ভিসায় সোশাল মিডিয়া গেরো! পিছিয়ে গেল ভিসা ইন্টারভিউর তারিখ, বড় ধাক্কা ভারতীয়দের
গত ২১ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসা সংক্রান্ত নয়া নিয়ম ঘোষণা করেন।
চিকেন প্যাটিস বিক্রির 'অপরাধে' খাস কলকাতায় বিক্রেতাকে হেনস্থা, মারধর, ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
ব্রিগেডের পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে বেধড়ক মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত তিন জন হকার অভিযোগ করেছেন, ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত কিছু যুবক তাঁদের নাম জেনে, “বাংলাদেশি অনুপ্রবেশকারী” বলে অপমান করার পাশাপাশি নন-ভেজ খাবার বিক্রি করার অভিযোগে মারধর করেছে এবং খাবার নষ্ট করেছে। আরও পড়ুন- খুনের আশঙ্কায় হেলিকপ্টারে ঘুরবেন হুমায়ুন, নিরাপত্তায় মোতায়েন আট বাউন্সার চিকেন প্যাটিস বিক্রেতা রিয়াজুলের অভিযোগ তালতলার বাসিন্দা শেখ রিয়াজুল, যিনি ২২ বছর ধরে ময়দান ও ব্রিগেডে প্যাটিস বিক্রি করেন, তিনি জানিয়েছেন, চিকেন প্যাটিস আছে বলতেই তাঁকে ঘিরে ধরে প্রথমে নাম জিজ্ঞেস করা হয়। নিজের নাম বলার পরই তাকে হেনস্থা করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে গেরুয়া পাগড়ি পরা এক ব্যক্তি প্রথমে তাকে মারধর শুরু করে এবং অন্যদেরও মারধরে ইন্ধন জোগায়। কয়েকজন যুবক রিয়াজুলকে চড়-ঘুষি মারে, এবং তাঁর স্টিলের বাক্সে থাকা প্যাটিস লাথি মেরে ফেলে দেয়। রিয়াজুল বলেন, “ওরা আমার নাম শোনার পর আরও রেগে যায়। প্রায় তিন হাজার টাকার প্যাটিস নষ্ট হয়ে যায়। ২২ বছর ধরে ব্যবসা করছি, কখনও এমন হামলার মুখে পড়িনি।”আরও এক বিক্রেতা, শেখ সালাউদ্দিন, এবং মুনতাজ মালিক অভিযোগ করেন, শুধু নন-ভেজ নয়, পেঁয়াজ মেশানো স্ন্যাকস বিক্রির জন্যও তাঁদের আক্রমণ করা হয়। মুনতাজ জানান, “ওরা বলছিল, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে নন-ভেজ বিক্রি করা চলবে না। এমনকি আমার আধার কার্ড দেখতে চেয়েছিল, আমি বাংলাদেশি কিনা তা প্রমাণ করতে।” আরও পড়ুন- 'আমিই হব ‘কিংমেকার’! 'দাবাং' স্টাইলে বিরাট হুঙ্কার হুমায়ুনের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সিপিএম নেতা দীপ্সিতা ধর ঘটনাটিকে “বাংলার সংস্কৃতির পরিপন্থী” বলে তীব্র নিন্দা করেন এবং ক্ষতিগ্রস্ত হকারদের ক্ষতিপূরণের জন্য জনসাধারণের থেকে তহবিল সংগ্রহ শুরু করেছেন। তিনি গোটা ঘটনায় পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিশানা করে বলেছে, “ ঘৃণা ছড়িয়ে রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করছে বিজেপি।”অন্যদিকে, বিজেপি ঘটনাটি থেকে দূরত্ব বজায় রেখে জানিয়েছে, “এটি বিজেপির কর্মসূচি নয়, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই।”ময়দান থানায় রিয়াজুল ও সালাউদ্দিন পৃথক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ৮–৯ জন ব্যক্তি বেআইনিভাবে তাঁদের আটকে রেখে মারধর করেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এবং খাবার নষ্ট করেছে। এর ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে । মঙ্গলবার সন্ধ্যায় রিয়াজুলকে থানায় ডেকে বিবৃতি নেওয়া হয়। আয়োজকদের বক্তব্য গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজক সংস্থা সনাতন সংস্কৃতি সংসদ হামলার ঘটনার নিন্দা জানিয়ে জানিয়েছে, “আমরা কোনও হিংসাকে সমর্থন করি না। মাঠ কোনও মন্দির বা আশ্রম নয়। কে কী খাবার বিক্রি করবে সেটা আমাদের নির্দেশে হয়নি। যারা হামলা করেছে, তাদের আইনের আওতায় আনা উচিত। আরও পড়ুন- রাজ্যে SIR পর্ব চলাকালীন বিরাট অভিযোগে 'বোমা' ফাটালেন শুভেন্দু, চরম অস্বস্তিতে তৃণমূল
Microsoft |এআইয়ের অগ্রগতিতে জোর! ভারতে ১.৫ লক্ষ কোটি বিনিয়োগ করবে মাইক্রোসফট, ঘোষণা সিইও’র
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের চাহিদা (AI)। আর এবার ভারতে এআইয়ের অগ্রগতির লক্ষ্যে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে চলেছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট (Microsoft)। সংস্থার সিইও সত্য নাদেলা ঘোষণা করেছেন, দেশে এআই প্রযুক্তির উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এবং দক্ষতা বৃদ্ধি করতে ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১.৫ লক্ষ […] The post Microsoft | এআইয়ের অগ্রগতিতে জোর! ভারতে ১.৫ লক্ষ কোটি বিনিয়োগ করবে মাইক্রোসফট, ঘোষণা সিইও’র appeared first on Uttarbanga Sambad .
Lionel Messi: কলকাতায় মেসির জন্য 'বিশেষ চমক', অবাক হবেন ঈশ্বরের বরপুত্রও!
Lionel Messi: হোসে মরিনহো একবার লিওনেল মেসির প্রশংসা করছিলেন। সেইসময় তিনি আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে 'ঈশ্বরের বরপুত্র' বলে অভিহিত করেন। আর বলবেন না'ই বা কেন? যে মানুষটার ঝুলিতে ৮ ব্যালন ডি অর খেতাব রয়েছে, কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ ট্রফি রয়েছে ঝুলিতে; তাঁকে যে এমন ভালবাসায় ভরিয়ে দেবে ফুটবল বিশ্ব, সেটাই স্বাভাবিক। আর সেই লিওনেল মেসিই দ্বিতীয়বারের জন্য পা রাখতে চলেছেন শহর কলকাতায়। সেকারণেই তাঁর জন্য জমকালো সংবর্ধনার ব্যবস্থাও করা হয়েছে। Lionel Messi Ticket: কবে-কোথায় পাবেন মেসিকে দেখার টিকিট? সামনে এল বড় খবর নিজের মূর্তি উন্মোচন করবেন মেসি ইতিমধ্যে কলকাতার লেকটাউনে বসানো হচ্ছে একটি সুবিশাল লিওনেল মেসির মূর্তি। উচ্চতা হবে আনুমানিক ৭০ ফুট। শোনা যাচ্ছে, মেসি নাকি নিজেই এই মূর্তি উন্মোচন করবেন। কিন্তু, তিনি লেকটাউনে যাবেন কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্রের খবর, সল্টলেক স্টেডিয়াম থেকে তিনি ভার্চুয়ালি এই মূর্তিটি উন্মোচন করতে পারেন। যদিও এই মূর্তি তৈরির কাজ এখনও চলছে। Lionel Messi Unknown Story: কোনও রূপকথা নয়, মেসির ডেবিউ ম্যাচ ছিল বড় 'দুঃস্বপ্ন'! কারণটা জানেন? দেখুন ভিডিও FIRST LOOK: Kolkata has made a Massive 70-ft statue of Lionel Messi in Lake Town. The Argentine footballing legend will be in Kolkata on Dec 13 to unveil the statue during the GOAT India Tour The City is drowning in Messi fever! ⚽️ pic.twitter.com/PSie0JAnED — নক্ষত্র | Nakshatra ❁ (@BombagorerRaja) December 9, 2025 এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১১ সালে প্রথমবার কলকাতা শহরে পা রেখেছিলেন আর্জেন্টিনার এই ফুটবলার। সেইসময় তিনি জাতীয় দলের হয়ে একটি প্রীতি ম্য়াচ খেলতে নেমেছিলেন। ভেনেজুয়েলার বিরুদ্ধে আয়োজিত ওই ম্য়াচে মেসি নিজে না গোল করতে পারলেও, আর্জেন্টিনা শেষপর্যন্ত জয়লাভ করেছিল। তবে এককভাবে এই প্রথমবার তিলোত্তমা শহরে পা রাখতে চলেছেন ফুটবল ঈশ্বরের বরপুত্র। তাঁকে নিয়ে উন্মাদনার পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে। কলকাতায় কী কী করবেন মেসি? উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন লিওনেল মেসি। সকালেই কলকাতার একটি পাঁচতারা হোটেলে রয়েছে 'মিট-অ্যান্ড-গ্রিট' অনুষ্ঠান। এরপর তিনি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের উদ্দেশ্যে রওনা দেবেন। শোনা যাচ্ছে, সেখানে টলিউডের কলাকুশলীরা তাঁকে স্বাগত জানাবেন। একটি নৃত্যানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এরপর তিনি দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই অনুষ্ঠানে মমতা বন্দোপাধ্যায়কে 'বিশেষ অতিথি' হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। Lionel Messi Record: সাধে কী বলেন ফুটবলের বাদশা! ভয়ঙ্কর রেকর্ডের মালিক লিওনেল মেসি এই ইভেন্টে একটি ছোটখাট ফুটবল ম্য়াচেরও আয়োজন করা হবে। এই ম্য়াচটি মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের মধ্যে খেলা হবে। এই ম্য়াচে বেশ কয়েকটি শট মারতে পারেন স্বয়ং মেসিও। কলকাতার সমর্থকরা তাঁর খেলা উপভোগ করতে পারবেন। এরপর বাংলার ক্রীড়া নক্ষত্র সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া এবং লিয়েন্ডার পেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মেসি। অবশেষে একটি জমকালো সংবর্ধনার পর এই অনুষ্ঠান শেষ হবে। Lionel Messi India Tour 2025: মেসির ভারত সফর নিয়ে ধামাকা খবর, না পড়লে চরম মিস বিকেলেই চলে যাবেন হায়দরাবাদ আগামী ১৩ ডিসেম্বর বিকেলেই কলকাতা থেকে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন মেসি। প্রাথমিকভাবে মেসির সফর সূচিতে ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে কলকাতা, মুম্বই এবং দিল্লি ছিল। পরবর্তীকালে এই তালিকায় শতদ্রু দত্ত উদ্যোগের পক্ষ থেকে হায়দরাবাদের নামও যোগ করা হয়েছে।
Ranbir Kapoor: মানুষ রণবীর আসলে কেমন? কাপুর তনয়ের রূপ সামনে আনলেন অভিনেতা পীযূষ
ভারতীয় সিনে জগতে একে অপরের কাজকে খোলাখুলি প্রশংসা করতে, অভিনেতাদের মধ্যে খুবই কম দেখা যায়। কারণ একই ধরনের চরিত্র, একই সুযোগ এবং একই পরিসরে কাজ করায় তাদের মাঝে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা থাকে। তবুও কখনও কখনও এমন মুহূর্ত তৈরি হয়, যখন একজন শিল্পী তার সহ-তারকার প্রতিভাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বীকৃতি দেন। সম্প্রতি এমনই একটি মুহূর্ত তৈরি করেন অভিনেতা পীযূষ মিশ্র, যখন তিনি রণবীর কাপুরের একজন অভিনেতা হিসেবে এবং একজন মানুষ হিসেবে খোলামেলা প্রশংসা করেন। লালানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে পীযূষকে জিজ্ঞাসা করা হয়েছিল ইমতিয়াজ আলীর পরিচালনায় তৈরি রকস্টার ও তামাশা ছবিতে রণবীরের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে। উত্তরে তিনি রণবীরের উদার মানসিকতা ও নিঃসংকোচ অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। পীযূষ বলেন, “আরে, ওকে নিয়ে কিছু জিজ্ঞাসা করো না! ও ছেলে অন্য কিছু। এতটা নির্ভিক, এতটা মুক্তমনা মানুষ আমি জীবনে দেখিনি। এত বড় একটা পরিবারের ছেলে- বাবা, ঠাকুরদাদা, প্রপিতামহ, পৃথ্বীরাজ কাপুর পর্যন্ত- এসবের কোনও বোঝা তাকে বহন করতে দেখি না, এক শতাংশও না।” Shabana Azmi: ‘সন্তান না থাকাই আমাকে শক্ত করেছে’, মাতৃত্ব ও সমাজের চাপ নিয়ে খোলামেলা শাবানা আলাদা এক সাক্ষাৎকারে, Curly Tales-কে পীযূষ বলেন, “রণবীর গজব অভিনেতা। এত বড় তারকা হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনও অহংকার নেই, কোনও তাচ্ছিল্য নেই। সে আমার অন্যতম প্রিয় অভিনেতা।” রণবীরের সহ-অভিনেতাদের কাছ থেকে এ ধরনের প্রশংসা অবশ্য নতুন নয়। অভিনেতা অজিঙ্কা দেওও তার সঙ্গে কাজ করে একই অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। তিনি বলেন, “আরকে আমাকে এমন স্বাচ্ছন্দ্য দিয়েছিল যে আমি অবাক হয়ে গিয়েছিলাম। প্রতিটি শটের পর বলত— ‘স্যার, সুন্দর শট হয়েছে!’ এমনকি মজা করে জিজ্ঞাসা করত আমি কোথায় জিম করি। কোনও ফিল্টার নেই, কোনও ভান নেই—একজন সত্যিকারের মানুষ।” ‘ধুরন্ধর’–এর পর বড় চমক, চিনতে পারছেন এই অভিনেতাকে? রণবীর কাপুরের এই সহজ-সরল, বিনয়ী ব্যবহার এবং প্রতিটা চরিত্রকে পুরোটা দিয়ে জীবন্ত করে তোলার ক্ষমতা বলিউডে তাকে আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে। সামনে তার ছবি লাভ অ্যান্ড ওয়ার মুক্তি পাবে, যা পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। ছবিতে রণবীরের সঙ্গে দেখা যাবে ভিকি কৌশল ও আলিয়া ভাটকে।
নিলামে শেষ মুহূর্তে এন্ট্রি আরও ৯ জনের, তবু নাম নেই শাকিবের, আইপিএল কেরিয়ার শেষ?
বাংলাদেশ থেকে ৭ জন ক্রিকেটার আছেন এবারের নিলামে।
Kolkata: সাতসকালে রেড রোডে একের পর এক ল্যাম্পপোস্টে ধাক্কা বিলাসবহুল গাড়ির, আহত ৪
Road accident in Kolkata: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি দ্রুতবেগে আসছিল। দুর্ঘটনার পর গাড়ির বেলুন খুলে যাওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন আরোহীরা। দুর্ঘটনার পর পুলিশ এসে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে হেস্টিং থানার পুলিশ। গাড়ির চালক মাদকাসক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Terrorist Activity |ভারতে সন্ত্রাসী কার্যকলাপ বাড়াতে মহিলা বাহিনী গড়ে তুলল লস্কর-ই-তৈবা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) মাটিতে ভারত (INDIA) বিরোধীতা দিন দিন বেড়েই চলেছে। তৈরি হচ্ছে বিভিন্ন জঙ্গি (militant) সংগঠন। এমনকী তাতে মহিলাদেরও আলাদা করে শাখা তৈরি করছে জঙ্গি সংগঠনগুলি। এমনটাই খবর গোয়েন্দা সুত্রে। প্রথমে মহিলা সংগঠন তৈরি করে হিজবুল মুজাহিদিন। তারপর জইশ-ই-মহম্মদ, এবার মহিলা জঙ্গি শাখা তৈরি করে ফেলল লস্কর-ই-তৈবা। অর্থাৎ পাকিস্তানের মাটিতে সক্রিয় […] The post Terrorist Activity | ভারতে সন্ত্রাসী কার্যকলাপ বাড়াতে মহিলা বাহিনী গড়ে তুলল লস্কর-ই-তৈবা appeared first on Uttarbanga Sambad .
জোড়া দুর্ঘটনা মহানগরে, বাইপাসে মৃত্যু বাইক আরোহীর! রেড রোডে গাছে ধাক্কা গাড়ির
পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে।
চোখেমুখে এখনও উৎকণ্ঠা! পাশে দাঁড়াতে সোনালি বিবিকে আর্থিক সাহায্য কাজল শেখের
বাংলাদেশে এখনও আটক রয়েছেন সোনালি বিবির স্বামী দানিশ শেখ।
‘ইতনি শিদ্দত সে ম্যায়নে…’সুপারহিট সংলাপে দুবাই এক্সপো মাতালেন শাহরুখ
এক সাধারণ প্রমোশন ইভেন্ট পরিণত হল কনসার্টে।
নজরে দাক্ষিণাত্য, স্ট্যালিনকে রুখতে জয়ললিতার অনুগামীদের নিয়ে মহাজোটের চেষ্টায় বিজেপি
দক্ষিণের দুর্গে আঘাত হানতে মরিয়া গেরুয়া শিবির।
Tamil Nadu Island Village Mystery: তামিলনাড়ুর নীলগিরি জেলার পাহাড়ি উপত্যকায় লুকিয়ে আছে এক বিস্ময়কর গ্রাম—টেঙ্গুমারাহাদা। বহিরাগতদের জন্য প্রবেশ নিষিদ্ধ হওয়ায় একে অনেকেই ‘তামিলনাড়ুর একমাত্র দ্বীপ’ বলে উল্লেখ করেন। প্রশাসনিকভাবে এটি নীলগিরি জেলার কোটাগিরি তালুকে অবস্থিত, কিন্তু মায়ার উপত্যকার গভীরে অবস্থানের কারণে এটি যেন মূল ভূমি থেকে আলাদা একটি দ্বীপের মতই বিচ্ছিন্ন। এই গ্রামের সৌন্দর্য, কৃষি-সমৃদ্ধি, প্রকৃতি এবং অনুন্নত রাস্তাঘাট—সব মিলিয়ে টেঙ্গুমারাহাদা আজও রহস্য ও বাস্তব সমস্যার মিশ্রণে ঘেরা। এই অঞ্চলে পৌঁছানো যে সহজ নয়, তা প্রথমেই বোঝা যায় এখানকার পরিবহণের দিকে তাকালে। কোটাগিরি ও মেট্টুপালায়ম থেকে প্রতিদিন মাত্র দুটি সরকারি বাস সকালে এবং সন্ধ্যায় যাতায়াত করে। অন্য কোনও পরিবহণ সুবিধা না থাকায় গ্রামের মানুষ দীর্ঘদিন ধরেই সমাজসেবা, বাজার, চিকিৎসা ও জরুরি কাজে যেতে চরম সমস্যার মুখে পড়েন। পাহাড়ি বনের ভিতর দিয়ে কোদানাদ থেকে সাড়ে তিন ঘণ্টার ট্রেকিং পথেই মূলত টেঙ্গুমারাহাদায় পৌঁছানো যায়। রাস্তাঘাটের এমন অভাবই এই গ্রামকে বহিরাগতদের কাছেও প্রায় ‘অগম্য দ্বীপ’-এ পরিণত করেছে। আরও পড়ুন- ইন্ডিগো ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রী কী ক্ষতিপূরণ পাবেন? জানুন বিস্তারিত টেঙ্গুমারাহাদা মূলত কৃষিকাজের উপরই দাঁড়িয়ে থাকা একটি গ্রাম। কিলকোটাগিরি এবং সোলুর স্তরের ১৪২ জন কৃষককে এখানে প্রায় ৫০০ একর জমি বরাদ্দ করা হয়েছিল। প্রত্যেকেই পান দু’একর নানজু (সেচযোগ্য) ও এক একর পুঞ্চাই (বর্ষানির্ভর) জমি। কৃষকদের সঙ্গে গোপী, ইরোড, সত্যমঙ্গলম এবং ভবানীসাগরের বহু শ্রমিককে নিয়োগ করা হয়েছিল। ফলে পাহাড়ি অঞ্চলের মানুষের হাতে কর্মসংস্থান যেমন বৃদ্ধি পেয়েছিল, তেমনি জমি ও জলের সহজলভ্যতার কারণে টেঙ্গুমারাহাদা দ্রুত একটি উর্বর, সমৃদ্ধ কৃষিভূমিতে রূপ নেয়। আরও পড়ুন- বুধবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস, অশান্ত বিশ্বে এবারের স্লোগান কী? ১৯৫২ সালে এখানে প্রথম সমবায় কৃষি সমিতি গড়ে ওঠে। এই সমিতির মাধ্যমে কৃষকরা আলু, ডাল, মশলা ও বিভিন্ন পাহাড়ি ফসল বাজারজাত করেন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত হন। এই সমবায়ই টেঙ্গুমারাহাদার অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হয়ে ওঠে। পাহাড়ি জমিতে সবজি উৎপাদনের সাফল্য নীলগিরি অঞ্চলের কৃষি মানচিত্রেও নতুন রেখা টেনে দেয়। আরও পড়ুন- ভারতে সবচেয়ে বেশি সার্চ হওয়া সেরা ১০ এআই ওয়েবসাইট, আপনিও কি এর কোনওটা ব্যবহার করেন? কেন নিষিদ্ধ তবে অর্থনৈতিক উন্নয়নের মাঝেও টেঙ্গুমারাহাদার মানুষের জীবনে দুর্ভোগের শেষ নেই। শিক্ষা, চিকিৎসা, বাজার, জরুরি পরিষেবা—সবকিছুর জন্যই ১০ থেকে ৩০ কিলোমিটার দূরে যেতে হয়। বন্যপ্রাণী অভয়ারণ্য ও সত্যমঙ্গলম টাইগার রিজার্ভের কাছে হওয়ায় চলাচলে সরকারি বিধিনিষেধও রয়েছে। তাই বহিরাগতদের জন্য অনুমতি ছাড়া এখানে প্রবেশ নিষিদ্ধ। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এই বিধিনিষেধ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও গ্রামবাসীর জীবনে তা বাড়তি জটিলতা তৈরি করেছে। আরও পড়ুন- ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়ে সর্দি লেগেছে! শুনে হেসে ওড়ালেন চিকিৎসক, কিন্তু কেন? মোয়ার নদীর তীরে অবস্থিত টেঙ্গুমারাহাদার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। পাহাড়ের ঠান্ডা হাওয়া, গভীর সবুজ বনভূমি, নদীর টলমল জলের শব্দ এবং ফসলভরা সবুজ জমি—সব মিলিয়ে এটি এক মনোরম পর্যটন সম্ভাবনাময় গ্রাম। কিন্তু রাস্তাঘাট, নিরাপদ পরিবহণ ও মৌলিক পরিষেবার অভাবের কারণে এখানে পর্যটনের বিকাশ সম্ভব হচ্ছে না। প্রকৃতপক্ষে রাজ্য সরকার, স্থানীয় কর্তৃপক্ষ এবং বেসরকারি সংস্থার সহযোগিতায় একটি স্থায়ী রোড-ডেভেলপমেন্ট প্রকল্প গড়ে উঠলে টেঙ্গুমারাহাদা পরিবেশবান্ধব পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে। গ্রামটির ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি যৌথ পরিকল্পনা অত্যন্ত জরুরি। একদিকে যেমন কৃষিকে প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী করা দরকার, তেমনই পরিবেশ রক্ষার জন্য যথাযথ পদ্ধতির ব্যবহারও জরুরি। সঙ্গে, রাস্তাঘাট, চিকিৎসা ও শিক্ষা সুবিধা বাড়ালে গ্রামবাসীদের জীবনযাত্রা অনেকটাই উন্নত হবে। এই প্রচেষ্টার মাধ্যমে টেঙ্গুমারাহাদা শুধু নীলগিরি জেলার নয়, তামিলনাড়ুর অন্যতম আদর্শ গ্রাম হিসেবেও উঠে আসতে পারে।
অস্তিত্ব রক্ষায় হাতিয়ার বিদেশি ভাষা
সৌরদীপ্ত সিংহ সকালে ক্লাসে যাওয়ার পথে বিড়বিড় করছি– ‘bonjour’, ‘libert’, ‘d’accord’। হাতে আমার স্নাতকোত্তরের নোটখাতা, আর মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে হাজার মাইল দূরের এক অচেনা দেশের ভাষা। দৃশ্যটি খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এই দুই পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আমি প্রতিদিন নতুন করে বুঝতে শিখছি। অনেকেই ভ্রূ কুঁচকে প্রশ্ন করেন, ‘পড়াশোনার এত চাপের মধ্যে […] The post অস্তিত্ব রক্ষায় হাতিয়ার বিদেশি ভাষা appeared first on Uttarbanga Sambad .
ভারতের AI বাজারে ১.৫ লক্ষ কোটি বিনিয়োগ মাইক্রোসফটের, মোদি সাক্ষাতে ঘোষণা নাদেলার
নাদেলের ঘোষণার পর এক্স হ্যান্ডেলে বার্তা দেন প্রধানমন্ত্রী মোদিও।
স্বপ্নভঙ্গ কেন্দ্রীয় সরকারি কর্মীদের! অষ্টম বেতন কমিশনের বাস্তবায়ন ঘিরে অনিশ্চয়তা
২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হওয়ার কথা ছিল অষ্টম বেতন কমিশন।
উড়ান, অর্থনীতি ও ‘বন্দে মাতরম’!
শুভময় মুখোপাধ্যায় ম্যাজিশিয়ান যখন মঞ্চে খেলা দেখান, তখন তাঁর বাম হাতের কারসাজিতে আমরা মুগ্ধ হয়ে থাকি, আর সেই ফাঁকেই ডান হাত দিয়ে তিনি আসল কাজটা সেরে ফেলেন। রাজনীতির ময়দানে এই ‘জাদুবিদ্যা’ বা ‘আর্ট অফ ডিসট্র্যাকশন’–এর জুড়ি মেলা ভার। বর্তমান ভারতের পরিস্থিতি যেন সেই জাদুকরের মঞ্চের মতোই। একদিকে দেশের অর্থনীতি ধুঁকছে, টাকার দাম সর্বকালের তলানিতে, […] The post উড়ান, অর্থনীতি ও ‘বন্দে মাতরম’! appeared first on Uttarbanga Sambad .
SIR in West Bengal: ফের তৃণমূল যোগ! বারুইপুরে শোকজ দুই বিএলও
SIR: এখানেই শেষ নয়, অভিযোগ এই এলাকায় শুধুমাত্র তৃণমূলেরই বিএলএ ২ কাজ করতে পেরেছেন। বিরোধী শিবিরের কেউ কাজ করতে পারেনি। গোটা বিষয়টি শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নজরে আসতেই নেওয়া হয় কড়া পদক্ষেপ। চাপানউতোর এলাকার রাজনৈতিক থেকে নাগরিক মহলে।
Kolkata News LIVE Updates: তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই বারবার প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে আসছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার নিজের নিরাপত্তা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী তিন মাস হেলিকপ্টারে করেই নির্বাচনী এলাকায় ঘোরাফেরা করবেন তিনি। পাশাপাশি তাঁর ব্যক্তিগত নিরাপত্তার জন্য হায়দরাবাদ থেকে এসেছেন আট বাউন্সার। হুমায়ুন কবির জানিয়েছেন, তিনি নিয়মিতই প্রাণনাশের হুমকি পাচ্ছেন এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন করেছেন। তিনি বলেন, “কেন্দ্রীয় নিরাপত্তা না পাওয়া পর্যন্ত হায়দরাবাদ থেকে নিয়ে আসা আটজন বাউন্সার এবং রাজ্য সরকারের তিন নিরাপত্তারক্ষী আমার সঙ্গে থাকবে।” মঙ্গলবারই ওই বাউন্সাররা কলকাতায় এসে পৌঁছেছেন বলে সূত্রের খবর। বিধায়ক আরও জানান, নতুন দল ঘোষণার পর তিনি ১৩৫টি আসনে প্রার্থী দেবেন এবং নির্বাচনী প্রচারের জন্য হেলিকপ্টার ভাড়া করা হয়েছে। তিনি প্রতিদিন হেলিকপ্টারে করে তিনটি বিধানসভা কেন্দ্রে প্রচারে যাবেন। হুমায়ুন বলেন, তিনি তৃণমূলকে “একটা শিক্ষা” দিতে চান। তাঁর দাবি, “৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রী যে স্ক্রিপ্ট লিখেছিলেন, তা তৃণমূলের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে।”আগামী ২২ ডিসেম্বর তিনি তাঁর নতুন দলের নাম ঘোষণা করবেন। সূত্রের দাবি, AIMIM -এর জোট বেঁধে দল গড়তে পারে ভরতপুরের বিধায়ক। হায়দরাবাদ থেকে বাউন্সার পাঠানোর বিষয়টিও সেই ইঙ্গিতকেই আরও জোরালো করছে। তবে জোট বা আসন ভাগাভাগি নিয়ে এখনও কিছুই স্পষ্ট নয়। ব্রিগেডের পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানের দিন এক প্যাটিস বিক্রেতাকে বেধড়ক মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। আক্রান্ত সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত তিন জন হকার অভিযোগ করেছেন, ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত কিছু যুবক তাঁদের নাম জেনে, “বাংলাদেশি অনুপ্রবেশকারী” বলে অপমান করে, নন-ভেজ খাবার বিক্রি করার অভিযোগে মারধর করেছে এবং প্যাটিস ছুঁড়ে ফেলে দেয়। চিকেন প্যাটিস বিক্রেতা রিয়াজুলের অভিযোগ,২২ বছর ধরে ময়দান ও ব্রিগেডে চত্ত্বরে প্যাটিস বিক্রি করেন, জানান চিকেন প্যাটিস আছে বলতেই তাঁকে ঘিরে ধরে প্রথমে নাম জিজ্ঞেস করা হয়। নিজের নাম বলার পরই আক্রমণ আরও তীব্র হয়। ভিডিওতে দেখা যায়,'গেরুয়া পাগড়ি' পরা এক ব্যক্তি প্রথমে হামলা শুরু করে এবং অন্যদেরও উস্কে দেয়। কয়েকজন যুবক রিয়াজুলকে চড়-ঘুষি মারে, এবং তাঁর স্টিলের বাক্সে থাকা প্যাটিস লাথি মেরে ফেলে দেয়। আয়োজক সংস্থা সনাতন সংস্কৃতি সংসদ হামলার ঘটনার নিন্দা জানিয়ে জানিয়েছে, “আমরা কোনও হিংসাকে সমর্থন করি না। মাঠ কোনও মন্দির বা আশ্রম নয়। কে কী খাবার বিক্রি করবে সেটা তার ব্যাপার। যারা হামলা করেছে, তাদের আইনের আওতায় আনা উচিত। রেড রোডের কাছে ভয়াবহ দুর্ঘটনা। ল্যাম্প পোস্টে ধাক্কা বিলাসবহুল গাড়ির। ঘটনায় গুরুতর হয়েছেন গাড়িতে থাকা বাবা-ছেলে। পাশাপাশি দুর্ঘটনায় আহত হয়েছে এক পথচারীও। তাদের দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্কুলে গরমের ছুটি মাত্র ছ’দিন! বড় সিদ্ধান্ত পর্ষদের
নতুন করে অনেক ছুটি দেওয়ায় এমন সিদ্ধান্ত?
কম ব্যবধানে পরাজিত আসনে নজর বিজেপির, হিসাবেই থাকছে না ‘সংখ্যালঘু’আসনগুলি
SIR নিয়ে নিজেরাই ধন্দে বিজেপি।
আমেরিকার বিশ্ববিদ্যালয়ে ফের বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ১
হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১.১১ লক্ষ থেকে ৩.৪৫ লক্ষ, বিজেপিশাসিত পড়শি রাজ্যে মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ল তিন গুণ
পাঁচ বছর অন্তর পেনশনেও বড় লাফ।
বক্স অফিস কাঁপাচ্ছে ‘ধুরন্ধর’! সিক্যুয়েল ঘিরেও প্রত্যাশার পারদ, সংঘাত এড়াতে বড় সিদ্ধান্ত অজয়ের
ইতিমধ্যেই দেড়শো কোটির ক্লাবে ঢুকে পড়েছে তারকাখচিত ছবিটি।
শহরে এলেন মোহনবাগানের নতুন কোচ, সবুজ-মেরুন অনুশীলনে কবে নামছেন লোবেরা?
কলকাতায় পা রেখেছেন লোবেরার সহকারীও।
উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে মিলবে না লুজ শিট! বড় সিদ্ধান্ত সংসদের
উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার পরীক্ষার উত্তরপত্রে ইনভিজিলেটরের সই বাধ্যতামূলক করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
Suvendu Adhikari: বছর ঘুরলেও রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘অনুপ্রবেশকারীদের’ সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে এসসি, এসটি ও ওবিসি সার্টিফিকেট বিলি করতে বিশেষ শিবিরের আয়োজন করছে। তাঁর দাবি, এসব ভুয়ো শংসাপত্র তৈরির মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগেই নির্বাচন কমিশন বিহারের মডেল অনুসরণ করে রাজ্যে SIR পরিচালনা করছে। তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়াকে বিজেপি ও নির্বাচন কমিশনের “ষড়যন্ত্র” বলে দাবি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, খুব কম সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বহু মানুষের কাছে প্রয়োজনীয় নথি নেই। ফলে অনেকের ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। তবে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশকারীদের সুবিধা পাইয়ে দিচ্ছে। 'আমিই হব ‘কিংমেকার’! 'দাবাং' স্টাইলে বিরাট হুঙ্কার হুমায়ুনের Just look at this sham. The Mamata Banerjee Government is frantically organizing camps across the State to rubber-stamp SC/ST/OBC certificates for hordes of undocumented infiltrators and fake claimants. This annexed document is an official WB Govt order (Memo No. 2972(6), dated… pic.twitter.com/EUI7BwxbXX — Suvendu Adhikari (@SuvenduWB) December 9, 2025 শুভেন্দু অধিকারী এদিন মুর্শিদাবাদের কান্দি এলাকায় ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত পঞ্চায়েত অফিসে তিনটি বিশেষ শিবিরের বিষয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের একটি নোটিস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাঁর দাবি, এই শিবিরগুলিই অনুপ্রবেশকারীদের এসসি, এসটি ও ওবিসি সার্টিফিকেট দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে। তিনি নির্বাচন কমিশনকে ২৪ জুনের পর জারি করা প্রতিটি শংসাপত্রের বিস্তারিত যাচাই করার দাবি জানান। উল্লেখ্য, বিহারে ২৪ জুন থেকেই SIR প্রক্রিয়া শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু লেখেন, “SIR প্রক্রিয়ার মধ্যেই টিএমসির ভোট জালিয়াতির র্যাকেট প্রকাশ পেয়ে যাবে বলে তৃণমূলের এত তড়িঘড়ি পদক্ষেপ নিতে শুরু করেছে।” তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্কের একটি বড় অংশ ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে নিজেদের নাম মেলাতে পারছে না। সেই কারণে সরকারের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং ভুয়ো সার্টিফিকেট দিয়ে নতুন করে ভোটার বাড়ানোর চেষ্টা চলছে। 'তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্ক ফিনিশ, পিকচার এখনও বাকি', ভোটের আগে বিরাট হুঙ্কার হুমায়ুনের তিনি আরও অভিযোগ করেন, “এটি আসলে অযোগ্য ব্যক্তিদের শংসাপত্র পাইয়ে দেওয়ার একটি প্রকাশ্য প্রচেষ্টা।” শুভেন্দুর দাবি, এই ভুয়ো শংসাপত্র বিলি গণতন্ত্রকে উপহাস করার সমান। এই প্রচেষ্টা প্রকৃত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকারকে ক্ষুণ্ণ করবে। তিনি কমিশনের কাছে প্রত্যেকটি সার্টিফিকেট নিবিড়ভাবে খতিয়ে দেখার ও কেন্দ্র সরকারের তালিকাভুক্ত সম্প্রদায়ের সঙ্গে মিলিয়ে দেখার অনুরোধ জানান। তাঁর অভিযোগ, “বাংলার সরকার দীর্ঘদিন ধরেই অযোগ্য ব্যক্তিদের ওবিসি সার্টিফিকেট জারি করছে, যার মধ্যে অনেকগুলো আদালত বাতিলও করেছে।” রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার X-এ দুটি ভিডিও শেয়ার করেন। একটি মমতার কোচবিহারের জনসভার এবং অন্যটি রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর একটি ভিডিও। দুটি ভিডিওকে সামনে রেখে শুভেন্দুর কটাক্ষ, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের প্রধান বৈশিষ্ট্য দ্বিচারিতা। কোচবিহারে তিনি বলছেন, ‘আমি বিজেপির মতো ভোট কিনি না।’ অথচ তাঁর নিজের দলের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহিলাদের ভোটের দাম মাসে ন্যূনতম ১,০০০ টাকা হিসেবে ঠিক করে দিয়েছেন। পাঁচ বছরে যা দাঁড়ায় ৬০,০০০টাকা।” 'আব্দুল কালামের আদর্শ নাকি বাবরের নামে মসজিদ', ভোটের আগে বিরাট প্রশ্নে আলোড়ন ফেললেন শমীক ঘটনার সূত্রপাত গত ৬ ডিসেম্বর। সেদিন রায়গঞ্জের ২৫ নম্বর ওয়ার্ডে SIR যাচাই নিয়ে দেখতে যান তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এলাকায় মহিলাদের সামনে তিনি বলেন, তিনি মূলত একজন ব্যবসায়ী, লাভ–ক্ষতি হিসেব করতে জানেন। এরপর বলেন, মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১,000 টাকা করে পাচ্ছেন, অর্থাৎ বছরে ১২,000 টাকা এবং পাঁচ বছরে সেই পরিমাণ দাঁড়াচ্ছে ৬০,000 টাকা। তিনি তাঁদের উদ্দেশে জানান, “এর চেয়ে কম 'অফার' দিচ্ছে এমন কাউকে ভোট দেবেন না।”এদিকে একইদিন কোচবিহারে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না। ভালোবাসা দিয়ে ভোট জিতি।”এই মন্তব্যগুলিকে একসঙ্গে করে শুভেন্দুর আক্রমণ আরও তীব্র হয়েছে। তাঁর দাবি, তৃণমূল নিজেই ভোটকে টাকার অঙ্কে মেপে দেখাচ্ছে, অথচ বিজেপিকে দোষারোপ করছে।
Goa Nightclub Fire |এখনও অধরা লুথরা ভাইয়েরা, এবার গোয়ার নাইটক্লাবের আরও এক মালিককে আটক করল পুলিশ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ার নাইটক্লাবের ভয়াবহ অগ্নিকাণ্ডের (Goa Nightclub Fire) ঘটনার চারদিন পার। এদিকে, ঘটনার পরই দেশ ছেড়ে থাইল্যান্ডে পালিয়েছেন নাইটক্লাবটির মালিক সৌরভ লুথরা এবং গৌরব লুথরা। তবে এবার ওই নাইটক্লাবেরই অপর এক মালিক অজয় গুপ্তাকে আটক করল পুলিশ (Co-owner detained)। পুলিশ সূত্রে খবর, পলাতক থাকা অজয়ের বিরুদ্ধেও লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। এরপর […] The post Goa Nightclub Fire | এখনও অধরা লুথরা ভাইয়েরা, এবার গোয়ার নাইটক্লাবের আরও এক মালিককে আটক করল পুলিশ appeared first on Uttarbanga Sambad .
Shabana Azmi: ‘সন্তান না থাকাই আমাকে শক্ত করেছে’, মাতৃত্ব ও সমাজের চাপ নিয়ে খোলামেলা শাবানা
অভিনেত্রী শাবানা আজমি বহুবারই প্রকাশ্যে বলেছেন, মাতৃত্ব নিয়ে সমাজের প্রত্যাশা, কীভাবে একজন মহিলাকে মানসিক চাপে ফেলতে পারে। সন্তান ধারণ করতে না পারার, অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, সমাজ অনেক সময় নারীদের এই কারণেই, “অসম্পূর্ণ” মনে করাতে বাধ্য করে। এক সাক্ষাৎকারে শাবানা বলেন, “আপনি সন্তান জন্ম দিতে পারবেন না- এই সত্যটি মেনে নেওয়া কঠিন। সমাজ আপনাকে অসম্পূর্ণ বোধ করায়। নিজেকে সেখান থেকে বের করে আনতে প্রচুর মানসিক শক্তির দরকার হয়। কিন্তু একজন মানুষের আত্মবোধ আসা উচিত তার কাজ থেকে। মহিলাদের প্রায়শই স্ত্রী, মা বা মেয়ে হিসেবে নিজেদের মূল্য বিচার করা হয়। অথচ পুরুষদের ক্ষেত্রে সাফল্যের মাপকাঠি তাদের কাজ বা ক্যারিয়ার। আমার মতে, এই ধারণা সব লিঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত।” Pawan Singh Threat: অজ্ঞাত কলারের হুমকিতে উদ্বেগ! বিপদে পবন সিং ও তার টিম মা শওকত আজমির উল্লেখ করে তিনি বলেন, আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, কোন ভূমিকায় তিনি সবচেয়ে পরিপূর্ণতা পেয়েছেন। তাঁর উত্তর আমাকে চমকে দিয়েছিল। তিনি বলেছিলেন, তাঁর কাজ এবং তার প্রশংসাই তাঁকে সবচেয়ে বেশি সন্তুষ্টি দিয়েছে। নারীদের পুরুষতান্ত্রিক মানসিকতার প্রত্যাশা থেকে, বেরিয়ে আসা দরকার। এর মানে কর্তব্য এড়ানো নয়, বরং এমনভাবে বাঁচা যাতে সঙ্গীও আপনার পরিশ্রমকে সম্মান করে। এক পুরনো সাক্ষাৎকারে শাবানা জানান, সন্তান না থাকায় জীবনে অনেক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে, কারণ মাতৃত্ব অত্যন্ত চাহিদাপূর্ণ। তিনি বলেন, প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি মা হতে পারব না। মনে হতো, এটা যেন ঈশ্বরের দেওয়া অধিকার। তবে আশ্চর্যজনকভাবে, আমি খুব দ্রুত বিষয়টি মেনে নিতে পেরেছিলাম এবং জীবনে এগিয়েও গিয়েছিলাম। যে সব কিছুর জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হতে পারি, সেগুলোর দিকেই মন দিয়েছি। Aamir Khan-Rajkumar Hirani: দাদাসাহেব ফালকের বায়োপিক স্থগিত, ‘৩ ইডিয়টস ২’-এ ফিরছেন আমির–হিরানি? তিনি জানান, দত্তক নেওয়ার কথা কখনো ভাবেননি, কারণ স্বামী জাভেদ আখতারের সন্তান- ফারহান ও জোয়ার সঙ্গে তাঁর সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। তাদের সঙ্গে ধ্যান-ধারণা বিনিময় করতে খুব ভালো লাগে। এ বয়সের সঙ্গই আমার বেশি পছন্দ,” বলেন অভিনেত্রী। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে তাঁদের বিবাহবার্ষিকীতে স্বামী জাভেদ আখতার–কে শুভেচ্ছা জানিয়ে একটি আবেগঘন ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “৪১ বছর পরেও একে অপরকে এমন কোমলতায় দেখতে পারা সব কিছু বলে দেয়… শুভ বার্ষিকী যদু।”
Purulia: লটারির টিকিট কাটেন? বড় ‘খেলা’ চলছে, সতর্ক থাকুন
Fake lottery ticket: সিআইডি সূত্রে খবর, এই জাল টিকিটের চক্র পুরুলিয়া জেলাজুড়েই রয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে, কোথা থেকে এই জাল টিকিট কিনে আনছিলেন তাঁরা। ধৃত বাবা-ছেলেকে জেরা করেই চক্রের মাথাদের ধরার চেষ্টা করে হবে বলে সিআইডি জানিয়েছে।
ব্যক্তিগত মাইলস্টোনের আগে দেশ! ম্যাচ জিতিয়ে হার্দিকের মুখে নিজের ‘ইউএসপি’র কথা
গত ৫০ দিন লড়াইয়ের কথাও শুনিয়েছেন ভারতীয় অলরাউন্ডার।
'আমিই হব ‘কিংমেকার’! 'দাবাং' স্টাইলে বিরাট হুঙ্কার হুমায়ুনের, বদলে যাবে রাজনৈতিক সমীকরণ?
নির্বাচনের পর আমিই হব ‘কিংমেকার’! দাবাং স্টাইলে বিরাট হুঙ্কার হুমায়ুনের। ২০২৬ সালের আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার বড় দাবি করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবীর। তিনি বলেন, কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না এবং তাঁর তৈরি রাজনৈতিক দলের সমর্থন ছাড়া সরকার গঠন কার্যত অসম্ভব হবে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, ২৯৪ বিধানসভা আসনে টিএমসি, বিজেপি কোন দলই একক ভাবে ১৪৮টি আসন ছুঁতে পারবে না। তাঁর দাবি, “নির্বাচনের পর আমিই হব কিংমেকার। আমার সমর্থন ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না।” তিনি আরও জানান যে ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন দলের ঘোষণা করবেন তিনি। পাশাপাশি ১৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও দাবি করেন ভরতপুরের বিধায়ক। কবিরের ইঙ্গিত দেন, তাঁর গঠিত দল উল্লেখযোগ্য আসন জিতে মুখ্যমন্ত্রী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আরও পড়ুন- 'তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্ক ফিনিশ, পিকচার এখনও বাকি', ভোটের আগে বিরাট হুঙ্কার হুমায়ুনের তাঁর সংগঠনের নাম ‘ন্যাশনাল কনজারভেটিভ পার্টি’ রাখা হবে কি না, এই প্রশ্নে কবির বলেন, ঘোষণা দিবসের পরই সব তথ্য জানা যাবে।এদিকে, হুমায়ুন কবিরের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বরখাস্তের পরই তাঁর দাবি নিয়ে তৃণমূল তাঁকে উপহাস করে “দিবাস্বপ্ন দেখছেন” বলে কটাক্ষ করেছে। দলের তরফে অরূপ চক্রবর্তী বলেন, “সরকার গঠনের কথা বলার আগে তাঁর নিজের জামানত বাঁচানোর চিন্তা করা উচিত। এমন ভিত্তিহীন মন্তব্য তাঁর রাজনৈতিক হতাশাই প্রকাশ করছে।” মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাসের পর থেকে বাংলায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস কররেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিজেপির অভিযোগ, বাবরি মসজিদের শিলান্যাস, পাশাপাশি হুমায়ুনকে দল থেকে বহিষ্কার এসবই ভোটের আগে তৃণমূলের একটা নতুন রাজনৈতিক গেম। হুমায়ুন কবিরকে বরখাস্ত করাটা স্রেফ তৃণমূলের 'নাটক'। এদিকে হুমায়ুন কবির দাবি করেছেন, তিনি বাবরি মসজিদ ইস্যুকে দলীয় রাজনীতি থেকে দূরে রাখতে চান এবং এই মসজিদ সম্পূর্ণভাবে ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হবে। আরও পড়ুন- 'আব্দুল কালামের আদর্শ নাকি বাবরের নামে মসজিদ', ভোটের আগে বিরাট প্রশ্নে আলোড়ন ফেললেন শমীক হুমায়ুন কবির বলেন, “আমি বাবরি মসজিদকে কোনও দল বা রাজনীতির সাথে যুক্ত করতে চাই না। ৩৩ বছর আগে ভেঙে ফেলা মসজিদ পুনর্নির্মাণের জন্য বাংলার বুকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মুসলিমদের অনুভূতিকে সম্মান জানানোই আমার উদ্দেশ্য। দল আলাদা, ধর্ম আলাদা।” টিএমসি থেকে বরখাস্তের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তাঁর সঙ্গে জেলা ও ব্লক নেতৃত্বের দ্বন্দ্ব বহুদিনের। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই এই সংঘাত তীব্র হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানালেও কোনও সমাধান হয়নি। তাঁর অভিযোগ, দল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে আপত্তি জানায়, এরপরই তাঁকে বহিষ্কার করা হয়। আরও পড়ুন- মহম্মদ আলি জিন্নার সঙ্গে তুলনা টানলেন হুমায়ুনের, “মৌলবাদী উগ্রতার প্রকাশ”, বিস্ফোরক শুভেন্দু হুমায়ুন কবির আরও বলেন, ২২ ডিসেম্বর তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। সেই দল আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএমের সঙ্গে জোট বেঁধে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। তিনি বলেন, “আমি ওয়াইসির সঙ্গে কথা বলেছি। দল গঠনের পর আনুষ্ঠানিকভাবে বৈঠক করব।” বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগের জবাবে তিনি বলেন, “জনগণ যাকে ভোট দেবে, সেই সরকার গঠন করবে। আমার এতে কোনও আপত্তি নেই। আমার মতে, আগামী নির্বাচনে তৃণমূল বা বিজেপি কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। পরে আমরা ঠিক করব কার পাশে দাঁড়াবো।”
Darjeeling |গ্লেনারিজের পানশালায় ‘তালা’, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অজয়ের
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: শৈলশহরে (Darjeeling) ঘুরতে গিয়ে গ্লেনারিজে (Glenary’s) ঢুঁ মারেননি, এমন মানুষ বোধহয় দূরবিন দিয়ে খুঁজলেও মিলবে না। ঐতিহ্যবাহী ক্যাফেটেরিয়াটির খ্যাতি ছড়িয়ে দেশ-বিদেশে। সেই সংস্থারই বারে মঙ্গলবার ‘তালা’ ঝোলাল দার্জিলিং জেলা প্রশাসন। এই ঘটনাকে ঘিরে পাহাড়জুড়ে চর্চায় রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব। গোর্খাল্যান্ড ব্রিজ তৈরির ৪৮ ঘণ্টার মধ্যে অজয় এডওয়ার্ডের গ্লেনারিজের বারের লাইসেন্স সাসপেন্ড করা হল। […] The post Darjeeling | গ্লেনারিজের পানশালায় ‘তালা’, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অজয়ের appeared first on Uttarbanga Sambad .
Adhir Ranjan Chowdhuri : বিহারের পর বাংলা জয়ে মরিয়া বিজেপি। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। সে কারণেই বাঙালি অস্মিতায় শান দিতে 'বন্দে মাতরম'কে কাজে লাগানোর চেষ্টায় উঠে পড়ে নেমেছে বিজেপি' এমনই বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। এক সংবাদ সম্মেলনে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন, প্রিয়াঙ্কা গান্ধী প্রমাণ করে দিয়েছেন বন্দে মাতরমের আদি কী, অনন্ত কী....বন্দে মাতরমকে কংগ্রেস প্রথম যোগ্য মর্যাদা দিয়েছে। বিজেপির সঙ্গে বন্দে মাতরমের কোন সম্পর্কে নেই। নেই কাজ তো খই ভাজ। দেখাতে হবে কংগ্রেস কিছু করেনি। RSS ব্রিটিশের দালালি করত। যদি বিজেপি সত্যি বাঙালি আবেগকে সম্মান করত তাহলে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে কখনই 'বঙ্কিম দা' বলতেই না দেশের প্রধানমন্ত্রী...! যেন মনে হচ্ছে ওনার দলের ক্যাডার। এই ইস্যুকে কেন্দ্র করে মমতাও হাতে অস্ত্র পেয়ে গেল। আরও পড়ুন- যাত্রী নিরাপত্তায় কোনও আপস নয়, সাফ বার্তা মোদী সরকারের, কবে মিটবে ইন্ডিগো বিভ্রাট? এসআইআর নিয়ে মমতাকে নিশানা SIR নিয়ে ফের শাসক দলকে কটাক্ষ অধীরের। ‘মমতার সরকারের সহযোগিতায় SIR হচ্ছে বাংলায়’। ‘মমতা চান না বিজেপির সঙ্গে তাঁর কোনও সংঘাত হোক’। 'যখন রাহুল গান্ধী ভোটের অধিকার যাত্রা বের করেছিলেন তখন মমতা চুপ ছিলেন। বিজেপি বিহারে ভোটে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সমালোচনা করতে ছাড়েন নি। আপনার সরকার সবচেয়ে বেশি নির্বাচন কমিশনকে সাহায্য করেছে। বাংলায় এসআইআর হচ্ছে আপনার সহযোগিতায়। আপনি বলেছিলেন ওয়াকফ আইন চালু করতে দেব না। আপনি চান না বিজেপির সঙ্গে কোন সংঘাত হোক। আপনি ওয়াকফের বিরোধীতা করে আদালতের দ্বারস্থ হননি। বিজেপির থেকে শিক্ষা নিয়ে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছেন মমতা। আরও পড়ুন- 'যেন মনে হচ্ছে হরি দা, শ্যাম দা...!' মোদীর মুখে 'বঙ্কিম দা', রেগে আগুন মমতা মমতা-মোদীর আঁতাত? মমতা-মোদীর আঁতাতের বিরাট অভিযোগ তুলে প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন, মমতা বিজেপির আদর্শগত দিক থেকে কোনদিন কোন বিরোধীতা করেন না। উনি নিজেই বলেছেন আরএসএস-এর সবাই খারাপ নয়। উনি বেছে বেছে বিজেপির নেতাদের নিশানা করেন। কখনও ওনার মুখে মোহন ভগবত, রাজনাথ সিংয়ের বিরোধীতা শুনতে পাবেন না। পশ্চিমবঙ্গে মমতার আমলে আরএসএসের শাখা সংগঠন হুহু করে বেড়েছে। মমতার নিজের বাংলার উপর আর কোন দখল নেই। ওঁর ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। আরও পড়ুন-' মারা যায়নি অথচ মৃত দেখানো হচ্ছে', SIR নিয়ে 'বিস্ফোরক' মমতা, তুললেন বিরাট অভিযোগ হুমায়ুনের নতুন দল আগামী ২২ ডিসেম্বর মিমের সঙ্গে হাত মিলিয়ে নতুন দল গড়ার কথা ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।পাশাপাশি তিনি কংগ্রেস, ISF, সিপিএমকে শরীক হতে আহ্বান জানিয়েছেন। এবিষয়ে অধীর চৌধুরী বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারব না। এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলের শীর্ষ নেতৃত্ব নেবে। ভোটের বাজারে সব কিছু হতে পারে। ওয়াইসি তো বসেই আছেন। বিহারে বিজেপির হাত শক্ত করে দিয়েছে। বাংলাতেও সেটাই করার চেষ্টা করছে। আরও পড়ুন- এত উন্নয়ন সারা পৃথিবীতে কোথাও হয়নি, ২৬-এর নির্বাচনে বিপুল জয়ে বিরাট 'আত্মবিশ্বাসী' মমতা, দলকে দিলেন বড় বার্তা ১০০ দিনের কাজ কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করে বলেছেন, আগামী নির্বাচনে তৃণমূল ক্ষমতায় ফেরার পর বাংলায় চালু হবে ১০০ দিনের কাজ। কেন্দ্রের ভিক্ষা নেব না বলেও প্রকাশ্যে হুঙ্কার ছোঁড়েন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, ১০০ দিনের কাজ আইনি অধিকার। যেদিন থেকে কাজ বন্ধ সেদিন না আন্দোলন না বিচার ব্যাবস্থার হস্তক্ষেপের চেয়েছে তৃণমূল। শ্রমিক কৃষকদের সংগঠন আদালতে আবেদন করেছে। সরকার কিন্তু আদালতের দ্বারস্থ হয়নি। অথচ আদালতের রায়ের পর সব চেয়ে আগে ঢোল বাজাচ্ছে তৃণমূল। আরও পড়ুন- ২৬-এ বাংলার মসনদে কে বসবে? জানিয়েই দিলেন হুমায়ুন কবীর
High Blood Sugar: খাচ্ছেন স্বাস্থ্যকর খাবার, তবুও রক্তে চিনি কেন বাড়ছে? কারণ জানলে চমকে যাবেন!
Turmeric Benefits: শুধু রান্না, রূপচর্চায় সাহায্যই নয়, ভাগ্যও বদলে দিতে পারে হলুদ! জানুন কীভাবে
Turmeric Benefits: হলুদ আমাদের রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান, যার গুণাগুণের কথা আমরা প্রায়ই শুনি। রান্নার রং, স্বাদ ও গন্ধ বাড়াতে হলুদের জুড়িমেলা ভার। শুধু তাই নয়, স্বাস্থ্য রক্ষাতেও হলুদ একটি প্রাচীন ওষধি মশলা হিসেবে পরিচিত। অ্যান্টিসেপ্টিক গুণ, প্রদাহ কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো—এসবই এই সাধারণ মশলার অসাধারণ বৈশিষ্ট্য। ত্বকের পরিচর্যায় হলুদ কতটা কার্যকরী, তা অনেকেরই জানা। ফেসপ্যাক, স্ক্রাব কিংবা ব্রণর দাগে হলুদের ব্যবহার সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। তবে রান্না বা রূপচর্চায় ব্যবহারের বাইরে হলুদকে আরও এক বিশেষ কারণে মান্য করা হয়, আর তা হল আধ্যাত্মিকতা এবং সৌভাগ্য বৃদ্ধির বিশ্বাস। প্রাচীন আচার-অনুষ্ঠান, পূজা-পার্বণ ও টোটকায় হলুদ বরাবরই একটি পবিত্র উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। মনে করা হয়, হলুদ ইতিবাচক শক্তি টানে, নেতিবাচকতা দূর করে এবং জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। বিশেষ করে বৃহস্পতিবারের সঙ্গে হলুদের একটি আলাদা সম্পর্ক রয়েছে। এই দিন দেবগুরু বৃহস্পতির দিন, আর বৃহস্পতির প্রিয় রং হল হলুদ। তাই বৃহস্পতিবার হলুদ দিয়ে টোটকা বা পূজা করলে নাকি দ্রুত ফল মেলে—এমনটাই বিশ্বাস। আরও পড়ুন- প্রয়াত আন্তর্জাতিক ফটোগ্রাফার, অবসান এক অধ্যায়ের কেন এই বিশ্বাস? প্রথমত, জীবনে বারবার বাধার সম্মুখীন হলে অনেকেই মনোকষ্টে ভোগেন। কাজ প্রায় শেষ হয়ে আসার পরও অনেকেই কোনও না কোনও কারণে আটকে যান। জ্যোতিষ অনুসারে বৃহস্পতিবার কাঁচা হলুদ দিয়ে মালা গেঁথে গণেশকে অর্পণ করলে বাধা দূর হতে পারে। গণপতি বিঘ্ননাশক (obstacles remover) বলে পরিচিত। তাঁর পূজায় হলুদ যুক্ত করলে নাকি সাফল্যের পথ প্রশস্ত হয়। এমনটাই বহুদিনের বিশ্বাস। আরও পড়ুন- ঝলমল করে উঠবে দাম্পত্য, সুখের সাগরে ভাসবেন নবদম্পতি! বাস্তু মেনে ঘর সাজালেই মিলবে অবিশ্বাস্য ফল দ্বিতীয়ত, কোনও শুভ কাজে বেরোনোর আগে বাড়ির গণেশমূর্তির পায়ের কাছে রাখা হলুদের গুঁড়ো থেকে সামান্যটুকু নিয়ে প্রথমে গণেশের কপালে এবং তারপর নিজের কপালে তিলক লাগালে কাজ সফলতার দিকে এগোয়—এমন প্রচলিত ধারণা রয়েছে। এটি মূলত মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়ানোর এক প্রতীকী অনুশীলন। মানুষ নিজের কাজে সুরক্ষা, শান্তি এবং সফলতা কামনা করে এই রীতি পালন করে। আরও পড়ুন- সমস্ত বাধা পেরিয়েও লক্ষ্যপূরণ করে এই ৪ রাশি, হোঁচট খেলেও থেমে থাকে না! আপনিও কি এই দলে? যাঁরা অর্থসংকটে ভোগেন বা কারও কাছে আটকে থাকা টাকা ফেরত পাচ্ছেন না, তাঁদের জন্যও হলুদ একটি বিশেষ উপায় হিসেবে মানা হয়। কয়েকটি চালের দানা হলুদে রঙিন করে লাল কাপড়ে মুড়ে মানিব্যাগে রেখে দিলে নাকি আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বাড়ে। এই বিশ্বাসের পিছনে যুক্তি হল—হলুদ শুভ শক্তির প্রতীক এবং লাল রং ঐশ্বর্যের প্রতীক। দুটি মিলিয়ে মানিব্যাগে রাখা আর্থিক স্থিতিশীলতার উদ্দেশ্যে এটি একটি আধ্যাত্মিক সংকেত। আরও পড়ুন- কুনজরে তছনছ জীবন! জনসমক্ষে বলা বারণ এই ৫ জিনিস, না হলেই বিপদ! একইভাবে, বৃহস্পতিবার লাল কাপড়ে কাঁচা হলুদ বেঁধে টাকা রাখার জায়গায় রাখা হলে অর্থসংকট কমতে পারে বলে মনে করা হয়। এখানে বৃহস্পতির প্রভাব, হলুদের শক্তি এবং লালের শুভত্ব—এই তিনটি মিলিতভাবে একটা ইতিবাচক পরিবেশ তৈরি করে বলে বিশ্বাস। প্রচলিত ধারণা আরও একটি প্রচলিত ধারণা হল হলুদ নাকি নারায়ণের বিশেষ প্রিয়। তাই লক্ষ্মী-নারায়ণের আশীর্বাদ পেতে বৃহস্পতিবার তাঁদের হলুদ ডাল ও কাঁচা হলুদ নিবেদন করা হয়। এই প্রথার উদ্দেশ্য হল পরিবারে শান্তি, সমৃদ্ধি ও আর্থিক উন্নতি কামনা করা। মূলত এই সকল রীতি ও টোটকার উদ্দেশ্য একটিই—জীবনে ইতিবাচকতা বাড়ানো। মানুষের মানসিক শক্তি, আত্মবিশ্বাস ও আশাবাদ বাড়লে কাজেও ভালো ফল পাওয়া যায়। হলুদ আমাদের দৈনন্দিন জীবনে যেমন উপকারী, আধ্যাত্মিক ভাবনাতেও তেমনই একটি শুভ প্রতীক। সবশেষে বলা যায়, হলুদ কেবল রান্না বা রূপচর্চার উপাদানই নয়, এটি অনেকের কাছেই সৌভাগ্যের প্রতীক। সহজ এই রীতিগুলো মানলে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে উন্নতির আশা করা যায়। তবে কোনও টোটকা পালনের আগে নিজের মানসিকতা, উদ্দেশ্য এবং ইতিবাচক ভাবনার প্রতি যত্নশীল হওয়াটাই সবচেয়ে জরুরি।
Ajker Rashifal Bengali, 10 December 2025: আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য মতে আপনার রাশি ধনু। এই রাশির জাতকদের জীবনদৃষ্টি সাধারণত খোলা মনের, সাহসী এবং জ্ঞানপিপাসু। আপনার ওপর প্রভাব বিস্তারকারী প্রধান গ্রহ রবি ও বৃহস্পতি। এর মধ্যে আজকের দিনে রবির প্রভাব বিশেষভাবে সক্রিয় থাকে, যা ব্যক্তিত্বে দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এনে দেয়। শুভ সংখ্যা হিসেবে ১, ১০, ১৯ এবং ২৮ আপনার জীবনে ইতিবাচক শক্তি বয়ে আনবে। আজকের দিনের শুভ বর্ণ হিসেবে কমলা ও হলুদ রং আপনাকে সৌভাগ্য এবং মানসিক উজ্জ্বলতা প্রদান করতে পারে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি সৃজনশীলতায় ভরপুর। যাঁরা শিল্প, অভিনয়, লেখালেখি বা ডিজাইন—এসব সৃজনশীল কাজে যুক্ত, তাঁদের জন্য আজ অগ্রগতি ও স্বীকৃতির সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দিক থেকেও মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি ইতিবাচক। সন্তানের সঙ্গেও সুন্দর সময় কাটার সুযোগ তৈরি হতে পারে। আরও পড়ুন- বিবাহিত জীবনের অন্যতম আকর্ষণ গন্ধ, জানুন কীভাবে আপনার পোশাক থেকে সুগন্ধ বের হবে! বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জাতকদের জন্য আজ পারিবারিক প্রত্যাশা পূরণের দিন। পারিবারিক সম্পত্তি বা স্থাবর বিষয় নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে সময়টি শুভ। কর্মস্থলে মায়ের আশীর্বাদ বা সহায়তা আপনাকে আজ বিশেষভাবে সাহায্য করতে পারে। আরও পড়ুন- সমস্ত বাধা পেরিয়েও লক্ষ্যপূরণ করে এই ৪ রাশি, হোঁচট খেলেও থেমে থাকে না! আপনিও কি এই দলে? মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি আন্তর্জাতিক যোগাযোগ, বাণিজ্য বা বৈদেশিক লেনদেনের জন্য শুভ। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় বিশেষ লাভের ইঙ্গিত রয়েছে। আরও পড়ুন- কুনজরে তছনছ জীবন! জনসমক্ষে বলা বারণ এই ৫ জিনিস, না হলেই বিপদ! কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতকদের জন্য আজ একক ব্যবসা বা ক্ষুদ্র উদ্যোগে রহস্যজনক লাভের সম্ভাবনা রয়েছে। তবে আত্মীয়স্বজনের সঙ্গে মতবিরোধ এড়াতে সতর্ক থাকতে হবে। আরও পড়ুন- মিটবে টাকার অভাব! রাশি অনুযায়ী এই টোটকা মানলেই নতুন বছরে খুলে যাবে আয়ের পথ! সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকদের আজ ব্যক্তিগত সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে অস্থিরতা দেখা দিতে পারে, তাই কথায় কথায় উত্তেজিত না হওয়াই ভালো। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বিদেশযাত্রা বা আন্তর্জাতিক সুযোগ আসতে পারে। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের জন্য আজ ব্যয় বৃদ্ধি পেলেও প্রবাসীদের জন্য সময়টি বেশ শুভ। আইনগত সমস্যায় জড়ালে জটিলতা বাড়তে পারে, তাই সতর্ক থাকা প্রয়োজন। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জন্য আজ বন্ধুত্বের সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। বড় ভাই বা বোনের আচরণে মন খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় যথেষ্ট উপার্জন হলেও মানসিক চাপ বাড়তে পারে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জাতকদের আজ পিতা বা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে মতানৈক্য হতে পারে। কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্ব দেখা দিলে পরিস্থিতি আগে বুঝে নেওয়া জরুরি। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভাগ্যোন্নতির ইঙ্গিত বহন করছে। ধর্মীয় বা আধ্যাত্মিক গবেষণায় সাফল্য পাবেন। তবে ব্যবসায়িক সিদ্ধান্তে অত্যন্ত সতর্ক হওয়া জরুরি। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের জন্য আজ বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে ব্যাংক ঋণ বা ধারদেনার বিষয়ে ভুল করলে বড় ধরনের ঝামেলা হতে পারে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের দাম্পত্য সম্পর্কে সমস্যা বাড়তে পারে। অংশীদার ব্যবসায় সতর্কভাবে চললে দিনটি মোটের ওপর সফল হতে পারে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের জন্য আজ কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে চোখের সমস্যা বা পুরোনো অ্যালার্জি ফিরে আসতে পারে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়ানো জরুরি। জ্যোতিষশাস্ত্রমতে আজকের কয়েকটি বিশেষ শুভ মুহূর্ত রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত। সকাল ৬টা ৪০ থেকে ৯টা ২ মিনিট পর্যন্ত, আবার ১১টা ৩ মিনিট থেকে দুপুর ১টা ১০ পর্যন্ত বিশেষ শুভ সময়। দুপুর ও সন্ধ্যায় আরও কয়েকটি সময় রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা শুভ কাজে আপনাকে সহায়তা করবে। চন্দ্রের অবস্থান অনুযায়ী আজ সকাল পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতে এবং সকাল ৮টা ৪৩ থেকে সিংহ রাশিতে অবস্থান করছে। তিথি হিসেবে ৬ষ্ঠী রাত ৭টা ৪২ পর্যন্ত চলবে, তারপর শুরু হবে ৭মী তিথি।
বুধবার চার গ্রহের বিরল যোগ, কোন কোন রাশি পাবে উপকার?
Horoscope Today on december 10 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
Top 5 Sports News, 9 December: ভারতের জয় থেকে বাংলার দুর্ভোগ! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর
Top 5 Sports News Highlights: মঙ্গলবার (৯ ডিসেম্বর) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচে দুর্দান্ত জয়লাভ করল টিম ইন্ডিয়া। অন্যদিকে, ইন্ডিগো বিমান পরিষেবা স্তব্ধ থাকার কারণে দুর্ভোগের শিকার হল বাংলা ক্রিকেট দল। এদিকে আবার কামব্যাক ম্য়াচেই স্পেশাল 'সেঞ্চুরি' হাঁকালেন হার্দিক পান্ডিয়া। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। ভারতের দাপুটে জয় টি-২০ সিরিজের শুরুটা বেশ ধামাকাদার মেজাজে করল ভারতীয় ক্রিকেট দল। কটকের বরাবটি স্টেডিয়ামে আয়োজিত প্রথম টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে পরাস্ত করলয প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৫ রান করেছিল। পড়ে নিন বিস্তারিত: India vs South Africa 1st T20I Match Report: ভারতের 'ধুঁয়াধার' বোলিংয়ে কুপোকাত, লজ্জার ইতিহাস লিখল দক্ষিণ আফ্রিকা দুর্ভোগের শিকার বাংলা ন্ডিগোর বিমান পরিষেবা বিপর্যয়ের কারণে গোটা দেশ আপাতত চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছে। ভারতের ঘরোয়া ক্রিকেট মরশুমেও এই দুর্ভোগের প্রভাব পড়তে শুরু করেছে। বর্তমানে দেশের ঘরোয়া ক্রিকেটে কুচবিহার ট্রফি চলছে। আর এই ট্রফিতে চতুর্থ রাউন্ডের ম্য়াচ খেলার জন্য বাংলার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ভিলাই থেকে কল্যাণী বাসে চেপে আসতে হয়েছে। পড়ে নিন বিস্তারিত: Indigo Flight Crisis: স্তব্ধ ইন্ডিগোর বিমান পরিষেবা, ৩০ ঘণ্টা বাস যাত্রার পর খেলতে নামল বাংলা! হার্দিকের নয়া রেকর্ড হার্দিক পান্ডিয়া ওভার বাউন্ডারির সেঞ্চুরি পূরণ করে ফেললেন। ভারতীয় ক্রিকেট দলের চতুর্থ ব্যাটার হিসেবে তিনি এই শৃঙ্গ অর্জন করলেন। এই তালিকায় কেএল রাহুলকে পিছনে ফেললেন হার্দিক। রাহুল এখনও পর্যন্ত মোট ৯৯ ছক্কা হাঁকিয়েছেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিরাট কোহলি (১২৪)। দ্বিতীয় স্থানে সূর্যকুমার (১৫৫) এবং শীর্ষে অবশ্যই রোহিত শর্মা (২০৫)। পড়ে নিন বিস্তারিত: IND vs SA 1st T20I, Hardik Pandya: কটকে উঠল হার্দিক ঝড়, নিমেষে চুরমার রাহুলের এই স্পেশাল রেকর্ড! ট্রোলের মুখে শুভমান চলতি টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করলেন শুভমান গিল। তবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ সামনে আসতেই সকলে চমকে যান। ওপেনিং স্লট তো দুরের কথা, টিম ইন্ডিয়ার প্রথম একাদশেও রাখা হয়নি স্যামসনকে। এরপর শুভমান যখন শুরুতেই আউট হয়ে যান, তখনই সমর্থকরা রাগে ফেটে পড়েন। ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের কাছে অনেকেই অনুরোধ করেছেন, শুভমান গিলকে বাদ দিয়ে সঞ্জুকে যেন ওপেনিং স্লটে আনা হয়। পড়ে নিন বিস্তারিত: Shubman Gill Trolled: 'কেন খাচ্ছ সঞ্জুর জায়গা?', শুভমানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ভারতীয় সমর্থকরা আইপিএল নিয়ে বড় খবর আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলাম অনুষ্ঠানের জন্য মোট ১,৩৫৫ ক্রিকেটারের নাম রেজিস্টার করা হয়েছিল। এই তালিকা BCCI প্রত্যেকটা দলের কাছে পাঠিয়েও দিয়েছিল। এবার নিলাম অনুষ্ঠানের আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৩৫০ ক্রিকেটারকে নির্বাচন করেছে। পড়ে নিন বিস্তারিত: IPL 2026 Auction: আইপিএল নিলামের আগে 'বড় ধামাকা', বাদ পড়ল হাজারের বেশি ক্রিকেটারের নাম!
পিএনবি কেলেঙ্কারিতে বড় জয় ভারতের, মেহুল চোকসির প্রত্যর্পণে সায় বেলজিয়ামের সুপ্রিম কোর্টেরও
পলাতক ঋণখেলাপিকে দেশে ফেরানোয় আইনি জটিলতা কাটছে।
কালান্তার ( ১০ ডিসেম্বর ২০২৫ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
IND vs SA 1st T20I, Hardik Pandya: কটকে উঠল হার্দিক ঝড়, নিমেষে চুরমার রাহুলের এই স্পেশাল রেকর্ড!
১০ ডিসেম্বর রাশিফল: লটারি বা শেয়ারে অর্থ লাভ মকরের, প্রেমে জটিলতা মীন রাশির!
জেনে নিন আজকের রাশিফল।
BJP on Rahul Gandhi: কংগ্রেস আমলে কীভাবে নির্বাচনী প্রধান বাছাই হত? রাহুলকে ‘ধুয়ে’ দিল BJP
তিনি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নিয়োগ, নির্বাচন কমিশনের ভূমিকা এবং আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেস নেতার প্রশ্ন, কেন মোদী সরকার মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারের নিয়োগের কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকে (সিজেআই) বাদ দিল? যদিও, তার পাল্টা জবাব দিয়েছে বিজেপি (BJP)।
PM Modi: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, ভারতে বিনিয়োগের ঘোষণা বিশ্বের তাবড়-তাবড় কোম্পানির
সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন ইন্টেল কর্পোরেশনের সিইও লিপ-বু ট্যান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের সাফল্য বিশ্বজোড়া দৃষ্টান্ত তৈরি করছে। ইন্টেল ভারতের সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
Digha: প্রেমের প্রস্তাব দিয়ে দিঘায় এনে যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা থানা এলাকায়। ধর্ষণ সংক্রান্ত একটি জিরো এফআইআর -এর তদন্তে নেমে মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেল শহর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে দিঘা থানার পুলিশ।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কটকের মাটিতে বড় জয় পেল ভারত। টি২০ সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে হারিয়ে দিল ভারত। এদিন প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে করে ১৭৫ রান। জবাবে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা সাড়ে ১২ ওভারে মাত্র ৭৪ রানেই গুটিয়ে যায়। এদিন ভারতের বোলিং ব্রিগেডের সামনে দাঁড়াতেই পারল না প্রোটিয়ারা। টি২০ তে […] The post India-South Africa T20 series | দুরন্ত ঘূর্ণিতে কুপোকাত প্রোটিয়ারা, কটকের মাটিতে ভারতের কাছে নাস্তানাবুদ দক্ষিণ আফ্রিকা appeared first on Uttarbanga Sambad .
Election Commission: মৃত পেরল ২৪ লক্ষ,১১ লক্ষ মানুষের খোঁজ নেই, মঙ্গলবার কী তথ্য় দিল কমিশন?
Kolkata: এ দিকে, বিএলওদের কাজ যে সময় বাড়তে চলছে, সেই সময় আবার আজই নবান্ন থেকে বিএলওদের জন্য টাকা পাঠিয়েছে অর্থ দফতর। নবান্ন বিএলও-দের জন্য মাত্র ৬১ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ৮১ হাজার বিএলও,তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট বিএলও,ERO,AERO-দের ভাতাও আছে। এই টাকা ভাগ করলে মাথাপিছু মাত্র ৬০০০টাকা পাওয়া যাবে।
Explained: দশ মিনিটের ‘লড়াই’, জানুন কতটা বিপদে রয়েছেন ডেলিভারি বয়রা
10 Minutes Delivery: বর্তমানে দেশে ৯৭ শতাংশ গিগ কর্মীদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার নীচে। এই টাকার পরিমাণ অনেকের কাছেই বিরাট মনে হতেই পারে, এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। এই গিগ কর্মীরা মূলত কাজ করে থাকেন শহরাঞ্চলে। এই টাকার মধ্য়ে তাঁদের পেট্রোল খরচ, বাইক মেরামতির খরচ, সারাদিনের খাওয়ার খরচের মতো একাধিক খরচ অন্তর্ভুক্ত থাকে।
হার্দিকের অনবদ্য ইনিংসের পর বোলারদের দাপট, প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ শুরু ভারতের
কেরিয়ারে নয়া মাইলফলক ছুঁলেন বুমরাহ।
১১ জনের নাম ‘রাম’, কমিশনের অ্যাপে বদলে হয়েছে ‘নরেন্দ্র’! বীরভূমে বিভ্রান্তি, কাঠগড়ায় কমিশন
নিছক যান্ত্রিক ত্রুটি না পরিকল্পিত পদক্ষেপ, তা নিয়ে বিভ্রান্তি ভোটারদের মধ্যে।
Raiganj |তৃণমূল নেতার দাবি ২৬ লক্ষ! ‘কাটমানি’ না মেলায় থমকে গেল পাট্টা বিলির কাজ
রায়গঞ্জ: জমির পাট্টা দেওয়ার বিনিময়ে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জের (Raiganj) করণদিঘি পঞ্চায়েত সমিতির ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মাধ্যক্ষ পূর্ণিমা সিনহার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি করণদিঘি-২ অঞ্চলের টুঙ্গিদিঘির সুলতানপুরের। নারায়ণ চন্দ্র সিনহা নামে ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল নেতা। অভিযোগ, পাট্টা পাইয়ে দিতে ১৯টি পরিবারের কাছ থেকে মোট ২৬ লক্ষ টাকা চাওয়া হয়। কিন্তু ওই পরিবারগুলি […] The post Raiganj | তৃণমূল নেতার দাবি ২৬ লক্ষ! ‘কাটমানি’ না মেলায় থমকে গেল পাট্টা বিলির কাজ appeared first on Uttarbanga Sambad .
মসজিদ নির্মাণে হুমায়ুনের অ্যাকাউন্টে বিদেশি অর্থ! তলব স্টেট ব্যাঙ্কের, জোর তরজা তৃণমূল-বিজেপির
হুমায়ুনের দানবাক্সে পড়া টাকার অঙ্ক সাড়ে ৩ কোটি ছাড়িয়েছে।
মসজিদ নির্মাণে হুমায়ুনের অ্যাকাউন্ট বিদেশি অর্থ! তলব স্টেট ব্যাঙ্কের, জোর তরজা তৃণমূল-বিজেপির
হুমায়ুনের দানবাক্সে পড়া টাকার অঙ্ক সাড়ে ৩ কোটি ছাড়িয়েছে।
বছর শেষেই বিয়ের পিঁড়িতে ‘খুকুমণি’দীপান্বীতা, কার সঙ্গে চারহাত এক হচ্ছে?
'আমি শুধু চেয়েছি তোমায়' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন দীপান্বীতা।
Mohit Chauhan |লাইভ শো চলাকালীন মঞ্চে আচমকাই পড়ে গেলেন মোহিত চৌহান! যা হল তারপর…
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লাইভ পারফরম্যান্স চলাকালীন মঞ্চে হঠাৎ পড়ে গেলেন জনপ্রিয় গায়ক মোহিত চৌহান (Mohit Chauhan)। ভোপালের (Bhopal) এইমস আয়োজিত ‘রেটিনা ৮.০’ অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। ঘটনার পর কিছুক্ষণের জন্য থমকে যায় শো। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে ভিডিও (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। সেখানে দেখা যাচ্ছে, ৫৯ বছরের গায়ক গাইছিলেন রকস্টার ছবির […] The post Mohit Chauhan | লাইভ শো চলাকালীন মঞ্চে আচমকাই পড়ে গেলেন মোহিত চৌহান! যা হল তারপর… appeared first on Uttarbanga Sambad .
Indigo airlines flight cancellations: ভারতের বিমানযাত্রীদের অধিকার নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে ইন্ডিগো (IndiGo)-র সাম্প্রতিক ফ্লাইট বাতিলের ঘটনা। হঠাৎ করে পরপর বহু ফ্লাইট বাতিল হওয়ায় হাজার হাজার যাত্রী বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকেছেন। অনেকেই জানিয়েছেন যে তাঁরা সময়মতো কোনও তথ্য পাননি, ফলে তাঁদের ভ্রমণ পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে গেছে। এর ফলে প্রশ্ন উঠছে—ফ্লাইট বাতিল হলে যাত্রীদের অধিকার কী, কোন পরিস্থিতিতে ক্ষতিপূরণ পাওয়া যায় এবং এয়ারলাইনস কতটা দায় বহন করতে বাধ্য। ভারতের বিমানযাত্রীদের অধিকার নির্ধারিত হয় ডিজিসিএ (DGCA)-এর সিভিল অ্যাভিয়েশন রিকোয়ারমেন্টস (Civil Aviation Requirements) বা কার (CAR) দ্বারা। বিশেষভাবে উল্লেখযোগ্য সেকশন ৩ (Section 3), সিরিজ এম (Series M), পার্ট ৪ (Part IV)। যেখানে বলা আছে, যাত্রীদের বোর্ডিং অস্বীকার, ফ্লাইট বাতিল বা ফ্লাইট দেরি হলে এয়ারলাইন কোন সুবিধা দিতে বাধ্য। নিয়মগুলো সর্বশেষ সংশোধিত হয়েছে জানুয়ারি ২০২৩-এ। এখানে স্পষ্ট উল্লেখ আছে—ফ্লাইট বাতিলের তথ্য যাত্রীকে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে জানাতে হবে। যদি এয়ারলাইন নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে ব্যর্থ হয়, তাহলে যাত্রী ক্ষতিপূরণ পেতে বাধ্য এবং সেই সঙ্গে সম্পূর্ণ রিফান্ড বা বিকল্প ফ্লাইট দিতে হবে। আরও পড়ুন- বুধবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস, অশান্ত বিশ্বে এবারের স্লোগান কী? ফ্লাইট বাতিলের তথ্য সময়মতো না দিলে ক্ষতিপূরণের পরিমাণ নির্ভর করে ব্লক টাইমের ওপর। একঘণ্টা পর্যন্ত ফ্লাইটের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষতিপূরণ পাঁচ হাজার টাকা, এক থেকে দুই ঘণ্টার ক্ষেত্রে সাড়ে সাত হাজার টাকা, আর দুই ঘণ্টার বেশি সময়ের ফ্লাইট হলে ক্ষতিপূরণ দশ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত। তবে যাত্রীর টিকিটের মূল ভাড়া এবং ফুয়েল সারচার্জ যদি এর চেয়ে কম হয়, সে ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ ওই কম মূল্যের সমান হবে। এছাড়া যাত্রী যদি বিকল্প ফ্লাইটের জন্য বিমানবন্দরে অপেক্ষা করেন, তাহলে এয়ারলাইনসকে খাবার, রিফ্রেশমেন্ট এবং প্রয়োজনে হোটেল-আবাসনের ব্যবস্থা করতে হবে। আরও পড়ুন- ভারতে সবচেয়ে বেশি সার্চ হওয়া সেরা ১০ এআই ওয়েবসাইট, আপনিও কি এর কোনওটা ব্যবহার করেন? তবে এয়ারলাইনস অনেক সময় ফ্লাইট বাতিলের ঘটনায় ফোর্স ম্যাজিওর (force majeure) বা অপ্রতিরোধ্য বাহ্যিক কারণ দেখিয়ে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে। রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ পরিস্থিতি, বিস্ফোরণ, সরকারি বিধিনিষেধ, এটিসি (ATC) সমস্যা, আবহাওয়ার কারণে অপারেশনাল বাধা—এসব বিষয় ক্ষতিপূরণ–মুক্ত কারণে পড়ে। কিন্তু এমন পরিস্থিতিতেও এয়ারলাইনসকে প্রমাণ করতে হয় যে, তারা পরিস্থিতি সামাল দিতে সমস্ত যুক্তিসঙ্গত ব্যবস্থা নিয়েছিল এবং ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত একেবারেই অনিবার্য ছিল। আরও পড়ুন- ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়ে সর্দি লেগেছে! শুনে হেসে ওড়ালেন চিকিৎসক, কিন্তু কেন? শুধু নিয়মেই সীমাবদ্ধ নয়, বাস্তবে যাত্রীরা অনেক সময় ন্যায়বিচারের জন্য ভরসা করেন ভোক্তা আদালতের উপর। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, ২০১৯ (Consumer Protection Act, 2019) অনুযায়ী, যাত্রী যদি মনে করেন যে এয়ারলাইনস পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে বা ভুল তথ্য দিয়ে ক্ষতি করেছে, তাহলে তিনি ডেফিসিয়েন্সি ইন সার্ভিস (deficiency in service) অভিযোগে ভোক্তা আদালতে মামলা করতে পারেন এবং অতীতে এমন বহু মামলায় আদালত যাত্রীদের পক্ষে রায় দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুর রিড্রেসাল কমিশনস (District Consumer Disputes Redressal Commissions) এবং ন্যাশনাল কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন (National Consumer Disputes Redressal Commission)—উভয়েই এয়ারলাইনসগুলোর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। আরও পড়ুন- দুপুর ১টা–৩টার সময় শরীর কেন সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে, জানাল বিশেষজ্ঞরা ২০২৩ সালের একটি গুরুত্বপূর্ণ ঘটনায় এনসিডিআরসি এয়ার ইন্ডিয়া (NCDRC Air India)-কে চার যাত্রীর কাছে দুই লক্ষ টাকা দিতে নির্দেশ দিয়েছিল। কারণ দীর্ঘ ফ্লাইট দেরি এবং পর্যাপ্ত খাবারের অভাব যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছিল। আদালত স্পষ্ট জানায়—টেকনিক্যাল রিজনস (technical reasons) বা অপারেশনাল ইস্যুস (operational issues) বলে দায় এড়ানো যাবে না। এসব কারণ প্রমাণ-সহ তুলে ধরতে হবে। একই যুক্তি প্রয়োগ করা হয়েছে ইন্ডিগো (IndiGo)-র বিরুদ্ধেও। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কেরলের এরনাকুলাম ডিসিডিআরসি ইন্ডিগো (DCDRC IndiGo)-কে এক যাত্রীকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়। কারণ যাত্রীকে সময়মতো জানানো হয়নি এবং হঠাৎ সংযোগ ফ্লাইট বাতিল হওয়ায় মানসিক যন্ত্রণা তৈরি হয়েছিল। কিছু ক্ষেত্রে আদালত এয়ারলাইনদের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্যও কড়া ভাষায় তিরস্কার করেছে। ২০২৪ সালে হায়দরাবাদের রঙ্গারেড্ডি ডিসিডিআরসি ইন্ডিগো (Rangareddy DCDRC IndiGo)-কে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিল। কারণ, যাত্রীদের হাতে বোর্ডিং পাস থাকা সত্ত্বেও মাত্র তিন ঘণ্টা আগে ফ্লাইট বাতিলের ইমেল পাঠানো হয়েছিল এবং পরে এয়ারলাইন দাবি করে যে যাত্রীরাই নাকি স্বেচ্ছায় বুকিং বাতিল করেছেন। আদালত এই দাবি হিউমিলিয়েশন (humiliation) এবং এক্সট্রিম নেগলিজেন্স (extreme negligence) বলে আখ্যা দেয়। বৃহৎ সংখ্যক যাত্রী আক্রান্ত হলে আইন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট (Consumer Protection Act)-এর সেকশন ৩৫ (১) (Section 35(1)(c) অনুযায়ী, একই ধরনের সমস্যায় আক্রান্ত বহু যাত্রী একত্রে একটি রিপ্রেজেন্টেটিভ কমপ্লেন (representative complain) দাখিল করতে পারেন। ইন্ডিগো (IndiGo)-র সাম্প্রতিক গণহারে ফ্লাইট বাতিলের ঘটনায় হাজারো যাত্রী একই সমস্যায় পড়েছেন—যেমন রিফান্ড না পাওয়া, ক্ষতিপূরণ বঞ্চিত হওয়া বা সময়মতো তথ্য না দেওয়া। চাইলে ভোক্তারা একটি ক্লাস অ্যাকশন মামলা করে যৌথ ক্ষতিপূরণের দাবি তুলতে পারেন, যা এয়ারলাইনগুলোর ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি করতে পারে। যাত্রীরা অসহায় নন সব মিলিয়ে স্পষ্ট—ফ্লাইট বাতিল হলে যাত্রী অসহায় নন। ডিজিসিএ (DGCA) নিয়ম, ভোক্তা আদালতের রায় এবং আইনি প্রতিকার—সব মিলিয়ে যাত্রীদের জন্য উপযুক্ত সুরক্ষা রয়েছে। প্রয়োজন শুধু সঠিক তথ্য জানা এবং প্রয়োজনে আইনের সাহায্য নেওয়া। এয়ারলাইন যদি যুক্তিযুক্ত কারণ ছাড়া দায় এড়ানোর চেষ্টা করে, আদালত যাত্রীদের পাশে দাঁড়াচ্ছে—এটাই সাম্প্রতিক বিভিন্ন রায়ের গুরুত্বপূর্ণ বার্তা।
Election Commission: আবার দেখতে খতিয়ে দেখতে হবে মৃতদের নথি,নির্দেশ কমিশনের
Kolkata: এদিকে, আগামিকাল অর্থাৎ বুধবার রাজ্যে আসছেন পাঁচ পর্যবেক্ষর। আগামিকাল CEO দফতরে তাঁদের সঙ্গে বৈঠক করবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। রজ্যে পা দিয়েই SIR নির্ভুল করার জন্য এই বৈঠক। উল্লেখ্য, এদিন তপসিয়ায় গিয়ে ক্ষুব্ধ হন পর্যবেক্ষক।
বিয়ে ভাঙার পর এবার ইনস্টাগ্রামে বড় সিদ্ধান্ত স্মৃতির, ফিরছেন জাতীয় দলেও
দ্রুতই জাতীয় দলের জার্সিতে ফিরছেন স্মৃতি, ঘোষিত দিনক্ষণ।
Shubman Gill Trolled: 'কেন খাচ্ছ সঞ্জুর জায়গা?', শুভমানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ভারতীয় সমর্থকরা
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। টস হেরে তারা প্রথমে ব্যাট করতে নেমেছে। কিন্তু, তারা একেবারেই ভাল পারফরম্য়ান্স করতে পারছে না।টস হেরে তারা প্রথমে ব্যাট করতে নেমেছিল। ২০ ওভার শেষে তারা ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে। হার্দিক পান্ডিয়া একাই অপরাজিত ৫৯ রান করলেন। কিন্তু, বাকি ব্যাটাররা সেভাবে নজর কাড়তে পারলেন না। সেকারণে হতাশায় ডুবতে বসেছেন ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা। উঠছে সমালোচনার ঝড়ও। তবে সবথেকে বেশি কটাক্ষের মুখে পড়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। এই ম্য়াচে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। লুঙ্গি এনগিডি তাঁর উইকেট শিকার করেন। IND vs SA 1st T20I, Live Streaming Info: একেবারে ফ্রি'তে দেখুন প্রথম টি-২০ ম্য়াচ, অবিশ্বাস্য হলেও চরম সত্যি! কলকাতা টেস্টে খেলতে নেমে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান। সেকারণে তিনি টেস্ট সিরিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজও খেলতে পারেননি। এই পরিস্থিতিতে অনেকেই আশা করেছিলেন, এই সিরিজে হয়ত সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ওপেন করতে দেখা যাবে। কারণ, ওপেনিং স্লটে ইতিমধ্যে স্যামসন নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। কিন্তু, টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করলেন শুভমান গিল। তবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ সামনে আসতেই সকলে চমকে যান। ওপেনিং স্লট তো দুরের কথা, টিম ইন্ডিয়ার প্রথম একাদশেও রাখা হয়নি স্যামসনকে। এরপর শুভমান যখন শুরুতেই আউট হয়ে যান, তখনই সমর্থকরা রাগে ফেটে পড়েন। ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের কাছে অনেকেই অনুরোধ করেছেন, শুভমান গিলকে বাদ দিয়ে সঞ্জুকে যেন ওপেনিং স্লটে আনা হয়। Sanju Samson: ফের বঞ্চনার শিকার সঞ্জু স্যামসন? শুভমান ফিরতেই বদলে গেল অঙ্ক! দেখে নিন কে কী বললেন: - Ended Ishan's career to open in ODI - Ended Jaiswal's career to open in T20 - Forced Virat retire from test to play at 4 - Ended Rohit's captaincy career - Ended Sanju Samson opening carrer Just to choke in every crucial match, Prince Shubman Gill for you pic.twitter.com/W7UeirJbMs — ADITYA (@Wxtreme10) December 9, 2025 I hope they lose every single match so that we get rid of Gambhir, Agarkar & their parchi culture from India!! 3 openers in Samson, Jaiswal & Gaikwad has no place in Indian team coz parchi Shubman Gill has to play as he is favourite of Gautam Gambhir!! pic.twitter.com/knv7pO8or6 — Rajiv (@Rajiv1841) December 9, 2025 Sanju Samson is not consistent. Shubman Gill gives India the stability pic.twitter.com/6xdcCrIWeZ — (@Brutu24) December 9, 2025 May i know how many matches Shubman Gill & Srurya Kumar Yadav failed compare to Sanju Samson from Asia Cup pic.twitter.com/YdaKzKsu0D — (@Brutu24) December 9, 2025 Prince Shubman Gill is the symbol of whatever is wrong with Indian cricket setup. He is being forced on Indian cricket team BCCI. Imagine having Samson, Jaiswal and Ruturaj as openers and this fraud still getting chances after chances to open. pic.twitter.com/pklSNZM2qC — Incognito (@Incognito_qfs) December 9, 2025 গত সোমবার (৮ ডিসেম্বর) সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সেখানে তিনি বলেন, 'স্যামসন এমন একজন ব্যাটার যে টপ অর্ডারে খেলতে পারে। ভারতীয় ক্রিকেট দলের ওপেনার হিসেবে ও যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। তবে সঞ্জু আগে থেকেই শুভমান ওই জায়গায় খেলছে। সেকারণে গিলই ওপেনিং স্লটের বেশি দাবিদার। কিন্তু, তাও আমরা সঞ্জুকে যতটা সম্ভব সুযোগ দেওয়ার চেষ্টা করেছি।' India vs South Africa 1st T20I LIVE match today: সিং ইজ কিং, আর্শদীপের বলে আউট ডি কক সঙ্গে তিনি আরও যোগ করেছিলেন, 'ভারতীয় ক্রিকেট দলের কম্বিনেশন নিয়ে আমরা আর খুব বেশি কাটা-ছেঁড়া করতে চাই না। আমরা কীভাবে ক্রিকেট খেলতে চাই, সেটার উপরই এবার থেকে যতটা বেশি সম্ভব ফোকাস করার চেষ্টা করব। এর পাশাপাশি, খুব বেশি পরিবর্তন হয়ত ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে না।'
জৈশ, লস্কর জঙ্গিদের গোপন বৈঠক বাহাওয়ালপুরে
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পহলগামের বৈসরণে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সিঁদুর অভিযান চালায়। এদেশের মাটিতে সবচেয়ে বেশি সক্রিয় পাক মদতপুষ্ট জৈশ ও লস্কর জঙ্গিরা। দিল্লি বিস্ফোরণে জৈশের সংযোগ মিলেছে। এই পরিস্থিতিতেই পাক পাঞ্জাবের বাহাওয়ালপুরে জৈশের সদর দপ্তরে জঙ্গিদের গোপন বৈঠকের ছবি একটি প্রথমসারির সংবাদমাধ্যম মারফত প্রকাশিত হল। […] The post জৈশ, লস্কর জঙ্গিদের গোপন বৈঠক বাহাওয়ালপুরে appeared first on Uttarbanga Sambad .
Salman Rushdie |ইতিহাস বিকৃতি নিয়ে মোদি সরকারকে তোপ রুশদির
নয়াদিল্লি: ভারতের ইতিহাসকে নতুন আঙ্গিকে লেখার চেষ্টা এবং স্বাধীন মতপ্রকাশের ওপর চাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন বিশিষ্ট লেখক সলমন রুশদি (Salman Rushdie)। ব্লুমবার্গকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতে ক্রমবর্ধমান হিন্দু জাতীয়তাবাদ এবং মুসলমানদের ‘নেতিবাচক রূপে’ উপস্থাপন করার প্রবণতা তাঁকে চিন্তিত করছে। রুশদি বলেন, ‘আমি এটা নিয়ে খুব চিন্তিত। ভারতে আমার অনেক বন্ধু […] The post Salman Rushdie | ইতিহাস বিকৃতি নিয়ে মোদি সরকারকে তোপ রুশদির appeared first on Uttarbanga Sambad .
পক্ষপাতদুষ্ট! এবার মাদ্রাজ হাই কোর্টের বিচারপতির বিরুদ্ধে ‘ইমপিচমেন্ট’ প্রস্তাব বিরোধীদের
আর কী অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে?
Kishanganj |আত্মঘাতী মহিলা পুলিশকর্মী! তদন্তে এল পূর্ণিয়ার ফরেন্সিক টিম, শোকের ছায়া পুলিশমহলে
কিশনগঞ্জ: অস্বাভাবিক মৃত্যু কিশনগঞ্জ সদর থানার এক মহিলা পুলিশকর্মীর। মঙ্গলবার বিকেলে কিশনগঞ্জের ডুমুরিয়া ভাট্টা পাড়ার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। জানা গিয়েছে, মৃত মহিলা পুলিশকর্মীর নাম প্রীয়ঙ্কা কুমারী (২৭)। বাড়ি বিহারের নালন্দা জেলার ইসলামপুরে। তিনি কিশনগঞ্জ থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বর্তমানে চাকরি সূত্রে ডুমুরিয়া ভাট্টা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। এদিন বিকেলে […] The post Kishanganj | আত্মঘাতী মহিলা পুলিশকর্মী! তদন্তে এল পূর্ণিয়ার ফরেন্সিক টিম, শোকের ছায়া পুলিশমহলে appeared first on Uttarbanga Sambad .
Indigo Crisis: যাত্রী নিরাপত্তায় কোনও আপস নয়, সাফ বার্তা মোদী সরকারের, কবে মিটবে ইন্ডিগো বিভ্রাট?
Indigo Crisis: ইন্ডিগো বিভ্রাটের জেরে লোকসভা ও রাজ্যসভায় তুমুল হট্টোগোল। যাত্রীদের নিরাপত্তায় কোনও আপস নয়, সাফ বার্তা মোদী সরকারের। 'পরিস্থিতি স্বাভাবিকের পথে বলে উল্লেখ অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডুর। আজ টানা অষ্টম দিনের জন্য ইন্ডিগো বিভ্রাট অব্যাহত। মঙ্গলবার বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ থেকে প্রায় ১৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৬-এ বাংলার মসনদে কে বসবে? জানিয়েই দিলেন হুমায়ুন কবীর লোকসভা ও রাজ্যসভায় ইন্ডিগো বিভ্রাটকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু স্পষ্ট করে জানিয়েছেন যে বিমান সংস্থার পরিষেবা দ্রুত স্বাভাবিক করা হচ্ছে। মন্ত্রীর দাবি, ইন্ডিগো হঠাৎ করে বিমানের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় অপারেটিং সিস্টেমে বড় ধরনের চাপ তৈরি হয়, যার ফলেই এই সংকট সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, সংস্থার অবহেলা চিহ্নিত করে তা ঠিক করতেই হবে। কেন এমন পরিস্থিতি তৈরি হল, সে বিষয়ে রাজ্যসভায় মন্ত্রী জানান যে ইন্ডিগোর পরিকল্পনা ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি ছিল। সরকারের নতুন নিয়ম কার্যকর হলেও ইন্ডিগো আগেভাগে সমস্যাটি জানায়নি। ১ ডিসেম্বর ইন্ডিগো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকেও কোনও অভিযোগ জানানো হয়নি বলে দাবি করেন তিনি। সোমবার রাতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রী জানান, পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং মন্ত্রকের তরফে ও ডিজিসিএ লাগাতার নজরদারি চালাচ্ছে। 'মারা যায়নি অথচ মৃত দেখানো হচ্ছে', SIR নিয়ে 'বিস্ফোরক' মমতা, তুললেন বিরাট অভিযোগ ফ্লাইট বাতিলের সবচেয়ে দুর্ভোগের মুখে পড়েছে বেঙ্গালুরু ও হায়দ্রাবাদে। মঙ্গলবার এই দুই শহর থেকে প্রায় ১৮০টি ফ্লাইট বাতিল হয়েছে। টানা অষ্টম দিনেও ইন্ডিগোর পরিষেবায় বিঘ্ন অব্যাহত। পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছে সরকার। 'যেন মনে হচ্ছে হরি দা, শ্যাম দা...!' মোদীর মুখে 'বঙ্কিম দা', রেগে আগুন মমতা ১ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে বাতিল হওয়া বিমান ভাড়া বাবদ মোট ৭৪৫ কোটি টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে। এ ছাড়া ৯,০০০ ব্যাগের মধ্যে ৬,০০০টি ইতিমধ্যেই যাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে, বাকি ব্যাগ মঙ্গলবার সকালেই ফিরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।এই পরিস্থিতিতে বিমান চলাচল নিরাপত্তা নিয়ন্ত্রক ডিজিসিএ দেশজুড়ে ইন্ডিগোর মোট ফ্লাইট পরিচালনা ৫ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন রুট সহ সব ক্ষেত্রেই এই কাটছাঁট কার্যকর হবে। ইন্ডিগোকে বুধবার বিকেল ৫টার মধ্যে একটি সংশোধিত নতুন ফ্লাইট সূচি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কেঁচো খুঁড়তে কেউটে! বিজনেস ভিসা ছাড়াই নৈশক্লাবে নাচ লাস্যময়ী কাজাখ নর্তকীর
নৈশক্লাবে ক্রিস্টিনার নাচের ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।
Waqf Property |৫ লক্ষের বেশি ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত
নয়াদিল্লি ও কলকাতা: দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ওয়াকফ সম্পত্তি (Waqf Property) নথিভুক্তিকরণের জন্য ৬ মাস সময় দিয়েছিল কেন্দ্র। ৬ ডিসেম্বর সেই সময়সীমা শেষ হয়েছে। সোমবার প্রকাশিত সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তথ্য বলছে, ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির জন্য তৈরি ‘উম্মেদ’ (ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট) পোর্টালে নিবন্ধন প্রক্রিয়ার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। ৬ মাসে মোট […] The post Waqf Property | ৫ লক্ষের বেশি ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত appeared first on Uttarbanga Sambad .
‘সৎ পথে থাকতে চাই’, প্রতারণার অভিযোগে রাগবি সভাপতিত্বের লড়াই থেকে সরলেন রাহুল বোস
নিজের বিরুদ্ধে ওঠা সমূহ অভিযোগের পালটা দিলেন রাহুল।
Clothes Smelling: বিবাহিত জীবনের অন্যতম আকর্ষণ গন্ধ, জানুন কীভাবে আপনার পোশাক থেকে সুগন্ধ বের হবে!
Clothes Smelling: আলমারি খুলে দম বন্ধ করা বাজে গন্ধ বের হলে যে কারও বিরক্ত লাগতে পারে। অথচ আলমারি থেকে যদি হালকা সুগন্ধ বের হয়, তাহলে পুরো ঘরটাই যেন অন্যরকম সতেজ লাগে। নবদম্পতির জীবনে তা আনতে পারে প্রেমের জোয়ার। অনেকেই নিয়মিত কাপড় ধোয়া বা গোছানোর পরও আলমারির ভেতরে দুর্গন্ধের সমস্যা অনুভব করেন। এর প্রধান কারণ হল আর্দ্রতা, পর্যাপ্ত বায়ুচলাচলের অভাব, পুরোনো কাপড় জমিয়ে রাখা, ভেজা কাপড় রেখে দেওয়া এবং দীর্ঘসময় আলমারি বন্ধ থাকা। তবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলেই আলমারির এই সমস্যা পুরোপুরি দূর করা যায় এবং কাপড় সারাক্ষণ সুগন্ধময় থাকে। আরও পড়ুন- সমস্ত বাধা পেরিয়েও লক্ষ্যপূরণ করে এই ৪ রাশি, হোঁচট খেলেও থেমে থাকে না! আপনিও কি এই দলে? আলমারির মধ্যে আর্দ্রতা তৈরি হলে সেখানেই ছত্রাক দেখা দেয়, আর ছত্রাকই মূলত কাপড়ে বাজে গন্ধের জন্ম দেয়। তাই পোশাকের তরতাজা (Closet Freshness) ভাব বজায় রাখতে প্রথম কাজই হল আর্দ্রতা নিয়ন্ত্রণ করা। কয়েক টুকরো চক বা রক সল্ট একটি পাতলা কাপড় বা ব্যাগে ভরে আলমারির কোণে রাখলে তা অতিরিক্ত আর্দ্রতা টেনে নেয় এবং আলমারিকে শুকনো রাখে। যাঁদের এলাকায় আর্দ্রতা বেশি, তাঁদের ক্ষেত্রে এটি আরও কার্যকর। শুকনো নিমপাতা আলমারির ভেতরে রাখলে শুধু আর্দ্রতা নিয়ন্ত্রণই হয় না, ছোট পোকামাকড় এবং তেলাপোকার মতো সমস্যাও কমে যায়। নিমপাতার স্বাভাবিক গন্ধ আলমারিতে হালকা সতেজ ভাবও আনে। আরও পড়ুন- কুনজরে তছনছ জীবন! জনসমক্ষে বলা বারণ এই ৫ জিনিস, না হলেই বিপদ! যে কাপড়ে ঘাম লেগে আছে বা সামান্য ভেজা—সেগুলো কখনোই আলমারিতে রাখা উচিত নয়। ঘর্মাক্ত কাপড় আলমারির ভেতরে রাখলে তা দ্রুত বাজে গন্ধ ছড়ায় এবং সেই গন্ধ অন্য কাপড়েও ছড়িয়ে পড়ে। তাই কাপড় আলমারিতে তোলার আগে একেবারে শুকনো কিনা তা নিশ্চিত হতে হবে। অনেক সময় আমরা বাইরে থেকে এসে একবার পরা শার্ট বা টপ আলমারিতে রেখে দিই, অথচ সেগুলোতেও শরীরের ঘামের হালকা গন্ধ থেকে যায় এবং আলমারির ভেতর গন্ধ বাড়তে থাকে। আরও পড়ুন- মিটবে টাকার অভাব! রাশি অনুযায়ী এই টোটকা মানলেই নতুন বছরে খুলে যাবে আয়ের পথ! আলমারিতে প্রাকৃতিক সুবাস ছড়াতে সহজ দুটি উপায় খুবই জনপ্রিয়। তার মধ্যে একটি হল—সুগন্ধি সাবান এবং কমলার খোসা। পছন্দের যে কোনও সুগন্ধি সাবান সংবাদপত্র বা নরম কাগজে মুড়িয়ে কাপড়ের মাঝে রাখা হলে সাবান ধীরে ধীরে তার ঘ্রাণ ছড়াতে থাকে এবং কাপড় দীর্ঘসময় সুগন্ধময় থাকে। কমলার খোসাও একইভাবে আলমারিকে তাজা সুগন্ধ দেয়। খোসাগুলো ভালোভাবে শুকিয়ে একটি ছোট ব্যাগে রেখে আলমারির একটি কোণে রাখলে খুব স্বাভাবিক সাইট্রাস ফ্রেশনেস ছড়ায়। আরও পড়ুন- চলতি সপ্তাহে কেমন যাবে প্রেমের সম্পর্ক? দেখুন সাপ্তাহিক প্রেমের রাশিফল! অনেকে হয়তো জানেন না যে ব্যবহারের পর শুকনো কফি গ্রাউন্ডস অসাধারণ একটি গন্ধ শোষক। এগুলো আলমারির বাজে গন্ধ টেনে নেয় এবং খুব হালকা কফির ঘ্রাণ ছড়ায়। যাঁরা কফি অ্যারোমা (Coffee Aroma) পছন্দ করেন, তাঁদের জন্য এটি দারুণ কার্যকর উপায় হতে পারে। একইভাবে একটি ছোট খোলা পাত্রে বেকিং সোডা রেখে দিলে তা আলমারির ভেতরের গন্ধ শোষণ করে এবং পরিবেশকে সতেজ রাখতে সাহায্য করে। বেকিং সোডা একটি শক্তিশালী কিন্তু নিরাপদ ডিওডোরাইজার, যা খুব দ্রুত গন্ধ দূর করে। পোশাকের তরতাজা ভাব এবং সুগন্ধ পোশাকের তরতাজা ভাব এবং সুগন্ধ (Closet Freshness) বজায় রাখতে আলমারি পরিষ্কার রাখাও অত্যন্ত জরুরি। মাসে অন্তত একবার আলমারির সব কাপড় নামিয়ে ভেতরের অংশ মুছে নেওয়া উচিত। এতে ধুলা-ময়লা জমে থাকা, ছত্রাক জন্মানো বা আর্দ্রতা আটকে থাকা—এসব সমস্যা দূর হয়। আলমারির দরজা মাঝে মাঝে খুলে রাখা এবং কিছুক্ষণ বাতাস চলাচল হতে দেওয়া খুবই কার্যকর। এতে আলমারির ভেতরে আটকে থাকা গন্ধ বের হয়ে যায় এবং জায়গাটি আবার সতেজ হয়ে ওঠে। আরও পড়ুন- স্রেফ চুল দেখেই যায় মানুষ চেনা, জানেন কী ভাবে? এই ঘরোয়া উপায়গুলি নিয়মিত ব্যবহার করলে কোনও কেমিক্যাল বা পারফিউম ছাড়াই কাপড় সারাক্ষণ সুগন্ধময় থাকবে। আলমারি তাজা গন্ধে ভরে উঠবে এবং ব্যবহারের সময় আপনি সবসময়ই পাবেন ফ্রেশ একটা অনুভূতি। সামান্য কিছু অভ্যাস বদলালে কাপড়ে দুর্গন্ধ ছড়ানো বন্ধ হবে এবং আলমারি দীর্ঘসময় পরিষ্কার, স্বাস্থ্যকর ও সতেজ থাকবে। ফলে প্রতিদিনের জীবনযাপনে বাড়বে আরাম এবং ভালোলাগা।
কামব্যাক ম্যাচে অনবদ্য ইনিংস খেললেন হার্দিক, প্রোটিয়াদের বিরুদ্ধে সম্মানজনক স্কোর ভারতের
হার্দিক না থাকলে দেড়শোও পেরোত না ভারত!
JD Vance |‘আগে নিজের ঘর সামলান’, কটাক্ষের শিকার ভান্স
ওয়াশিংটন: অভিবাসীদের নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের (JD Vance) সাম্প্রতিক মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে আমেরিকায়। দেশের রাজনৈতিক মহল, এমনকি সমাজমাধ্যমেও তীব্র কটাক্ষ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ডেপুটিকে। সম্প্রতি ভান্স এক্সে লিখেছিলেন, ‘ঢালাও অভিবাসনের জেরে মার্কিনদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে। তাঁরা চাহিদা অনুযায়ী কাজকর্ম পাচ্ছেন না। তাঁদের উন্নততর জীবনযাপনের সুযোগ কেড়ে নিচ্ছেন অভিবাসীরা।’ তাঁর দাবি, […] The post JD Vance | ‘আগে নিজের ঘর সামলান’, কটাক্ষের শিকার ভান্স appeared first on Uttarbanga Sambad .

18 C