SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

33    C
... ...View News by News Source

‘ওকে অ্যারেস্ট করা দরকার’! অভিষেককে গ্রেফতারির দাবি, সংসদে দাঁড়িয়ে সুর চড়ালেন সৌমিত্র

বাংলা হান্ট ডেস্কঃ ভরা সংসদে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গ্রেফতারির দাবি তুললেন সৌমিত্র খাঁ। মাননীয় সাংসদ নিজের স্ত্রীকে বঞ্চিত করেছেন, কার্যত এই ভাষাতেই বিষ্ণুপুরের সাংসদকে খোঁচা দিয়েছিলেন তৃণমূল সেনাপতি। এবার পাল্টা দিলেন সৌমিত্র (Saumitra Khan)। সংসদে দাঁড়িয়েই নিশানা করলেন অভিষেক সহ তৃণমূল কংগ্রেসকে। অভিষেকের (Abhishek Banerjee) গ্রেফতারির দাবি তুললেন সৌমিত্র (Saumitra Khan) বিজেপি নেতার অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৫০০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত। শুক্রবার সংসদে বক্তব্য রাখার সময় অভিষেককে নিশানা করেন তিনি। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও (Trinamool Congress) একহাত নেন। ভরা সংসদে দাঁড়িয়ে সৌমিত্র এদিন বলেন, ‘অভিষেককে বলছি, আয়নার সামনে দাঁড়ান। দেখুন। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে জবাব দিতে হবে’। এখানেই না থেমে তিনি বলেন, কেন্দ্রের তরফ থেকে যে সকল ফান্ড পাঠানো হচ্ছে সেটার তদন্ত হওয়া উচিত। পশ্চিমবঙ্গে এত দুর্নীতি হচ্ছে, তার খোঁজ নেওয়ার কেউ নেই বলে দাবি করেন তিনি। আরও পড়ুনঃ  রক্তদান শিবির নিয়ে হাইকোর্টে মামলা! আদালতের এক নির্দেশে তোলপাড়! এদিন রোহিঙ্গা থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতার ওপর হামলা, একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করেন সৌমিত্র। তাঁর দাবি, ৫০০০ থেকে ১০,০০০ রোহিঙ্গা বাংলায় প্রবেশ করেছেন। এটা শুধুমাত্র এই রাজ্যের জন্য নয়, সম্পূর্ণ দেশের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি। এদিকে অভিষেককে (Abhishek Banerjee) নিশানা করে করা সৌমিত্রর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন জোড়াফুল শিবিরের সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, ‘হারতে হারতে কোনও ভাবে জিতেছেন। এখন তিনি সমালোচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? যিনি ৭ লক্ষ ২০ হাজার ভোটে জয়ী হয়েছেন! সৌমিত্র খাঁ সতর্ক থাকুন, নিজের দিকে তাকিয়ে দেখুন’। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। হেভিওয়েট সৌমিত্রর বিরুদ্ধে তৃণমূল টিকিট দিয়েছিল তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে। প্রাক্তন দম্পতির এই লড়াইয়ে শেষ হাসি হেসেছেন বিজেপি নেতা।

বাংলা হান্ট 27 Jul 2024 11:19 am

রক্তদান শিবির নিয়ে হাইকোর্টে মামলা! আদালতের এক নির্দেশে তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ রক্তদান শিবির নিয়ে আইনি জটিলতা। সেই জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। প্রথমে সিঙ্গেল বেঞ্চ, এরপর তা যায় ডিভিশন বেঞ্চে। অবশেষে শুক্রবার সেই জট খুলল। রক্তদান শিবিরের আয়োজন নিয়ে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তাতে কোনও প্রকার হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। রক্তদান শিবির নিয়ে কী বলল হাইকোর্ট (Calcutta High Court)? গত ১৩ জুন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সংসদের কাছে রক্তদান শিবিরের (Blood Donation Camp) আর্জি জানানো হয়। সেই সঙ্গেই এই শিবির আয়োজনের জন্য সংসদের কাছে একটি হলঘরও চাওয়া হয়। তবে ৩ দিন পর সংসদের তরফ থেকে জানানো হয়, বিশেষ কারণের জন্য ওই হলঘর কাউকে দেওয়া যাবে না। এমনকি ১৯ জুলাই থেকে ওই হলঘর বন্ধ রাখা হবে বলেও জানানো হয়। এরপর এই বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় শিক্ষক সংগঠন। উচ্চ আদালতে মামলা করা হলে সংসদের তরফ থেকে জানানো হয়, এই মুহূর্তে ওই হলঘর রেকর্ড রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে তা রুরাল ডেভেলপমেন্ট এজেন্সিকে দেওয়া হবে। আরও পড়ুনঃ  ’১৫ আগস্ট অবধি…’! বিদ্যুতের মাসুল কমানোয় বিরাট উদ্যোগ, CESC-কে চরম হুঁশিয়ারি শুভেন্দুর! এদিকে মামলাকারীদের দাবি, ওখানে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের প্রস্তুতি কর্মসূচি হয়েছে। ১৫ জুলাই থেকে এমনটা হয়েছে বলে দাবি। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে রক্তদান শিবিরের আয়োজনে বাধা দেওয়া হচ্ছে। দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) আগামী ২৮ জুলাই রক্তদান শিবির আয়োজনের অনুমতি দেন। সকাল ১০টা থেকে দুপুর ২টো অবধি ওই শিবির চালানোর অনুমতি দেওয়া হয়। সেই সঙ্গেই বলা হয়, সর্বোচ্চ ১০০ জনকে নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের হলঘরে ওই শিবিরের আয়োজন করতে কোনও বাধা নেই। হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় সংসদ। তবে সেখানে গিয়েও সুরাহা হল না। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ।

বাংলা হান্ট 27 Jul 2024 10:28 am

Kupwara Encounter : মোদীর হুঁশিয়ারির পরদিনই কুপওয়ারায় সেনা-জঙ্গি গুলির লড়াই, আহত ৫ জওয়ান

শুক্রবার কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তিতে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা গেল তার ঠিক ২৪ ঘণ্টা পরই কাশ্মীরের কুপওয়ারা জেলায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হল। চলছে এনকাউন্টার। পাঁচ জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই কাশ্মীরের নানা জায়গায় এই ধরণের এনকাউন্টারের খবর পাওয়া গিয়েছে।

এ ই সময় 27 Jul 2024 10:24 am

’১৫ আগস্ট অবধি…’! বিদ্যুতের মাসুল কমানোয় বিরাট উদ্যোগ, CESC-কে চরম হুঁশিয়ারি শুভেন্দুর!

বাংলা হান্ট ডেস্কঃ বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে এবার ধর্নায় বসল বিজেপি (BJP)। গত সোমবার এই নিয়ে প্রতিবাদ কর্মসূচির কথা ছিল পদ্ম শিবিরের। তবে পুলিশ অনুমতি না দেওয়ায় সেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। উচ্চ আদালত অনুমতি দিতেই শুক্রবার ধর্মতলায় সিইএসসির প্রধান দফতরের সামনে ধর্নায় বসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপির নেতা, কর্মীরা। মাসুল কমানোর ‘ডেডলাইন’ বেঁধে দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)! এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে বসেই সিইএসসি-কে (CESC) মাসুল কমানোর সময়সীমা বেঁধে দেন নন্দীগ্রামের বিধায়ক। সেই সঙ্গেও আরও ‘বড়’ কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। কয়েক ঘণ্টা অথবা একদিন নয়, এবার টানা পাঁচ দিন ধর্নায় বসবেন বলে জানান শুভেন্দু। এদিন দুপুরে মুরলীধর সেন লেন থেকে বিজেপি নেতৃত্বের মিছিল শুরু হয়। এরপর তা এসে পৌঁছয় ধর্মতলা অবধি। সেই মিছিলের শুরুতেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। এরপর বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নায় বসেন তারা। আরও পড়ুনঃ  মমতার লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার ২৫,০০০ টাকা দেবেন সায়ন্তিকা! শুধু করতে হবে এই কাজ গতকালের কর্মসূচি থেকে রাজ্য সরকার (Government of West Bengal) এবং সিইএসসি-কে একসঙ্গে আক্রমণ শানান শুভেন্দু। বিজেপি বিধায়ক বলেন, ‘এই আন্দোলন সবে শুরু হল। আগস্ট মাসে সিইএসসি এলাকায় বিক্ষোভ হবে। এবার আর এক’দু’ঘণ্টা অথবা এক-দু’দিনের জন্য নয়, টানা পাঁচ দিন ধর্না দেবে বিজেপি’। এরপর বিদ্যুতের মাসুল কমানোর জন্য সিইএসসি-কে সময়সীমা বেঁধে দিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘আগামী ১৫ আগস্ট অবধি সিইএসসি-কে সময় দিলাম। যদি তার মধ্যে না কমে তাহলে এখানে টানা পাঁচ দিন ধর্না দেব। আশা করি, সিইএসসি বাড়তি মাসুল প্রত্যাহার করে নেবে। বিজেপিকে আর পথে নামতে হবে না’। এখানেই না থেমে শুভেন্দু (Suvendu Adhikari) অভিযোগ করেন, তৃণমূলের ছাড়পত্র পেয়েই ইলেকট্রিক বিল বাড়িয়েছে সিইএসসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য দায়ী করেন তিনি। পাশাপাশি এও জানান, শুধু সিইএসসি ভবন নয়, আগামী দিনে বিদ্যুৎ ভবন অভিযানেও নামতে পারে পদ্ম শিবির।

বাংলা হান্ট 27 Jul 2024 10:13 am

মমতার লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার ২৫,০০০ টাকা দেবেন সায়ন্তিকা! শুধু করতে হবে এই কাজ

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে গোটা দেশে এমন বেশ কিছু প্রকল্প চলছে যেখানে আবেদন করলে আর্থিক সাহায্য পাওয়া যায়। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার, জনগণের সুবিধার্থে এমন একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদাহরণ হিসেবে যেমন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) কথা বলা যেতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) অতীত! এবার বড় ঘোষণা সায়ন্তিকার এই মুহূর্তে রাজ্য সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পে বাংলার মহিলারা ১০০০ এবং ১২০০ টাকা করে পেয়ে থাকেন। যার ফলে সুরাহা হয়েছে অনেকের। তবে এবার এসব অতীত! কারণ বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ২৫,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সদ্য বরানগর বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন এই অভিনেত্রী। এরপর দীর্ঘ জটিলতা শেষে শপথ গ্রহণ করেছেন। এবার সেই সায়ন্তিকাই (Sayantika Banerjee) ২৫,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন। যদিও তার জন্য করতে হবে একটি কাজ। আরও পড়ুনঃ  রাতের ঘুম উড়ল শিক্ষকদের! ফের রাজ্যে চাকরি বাতিল? শিক্ষা সংসদের এক বিজ্ঞপ্তিতে তোলপাড়! সম্প্রতি সবুজায়নের ওপর জোর দেওয়ার বার্তা দিতে দেখা গিয়েছে বরানগরের তৃণমূল বিধায়ককে। গাছ বাঁচালেই ২৫,০০০ টাকা অবধি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ইতিমধ্যেই বরানগরের তিনটি ক্লাবের হাতে ২৫,০০০ টাকার পুরস্কারও তুলে দিয়েছেন তিনি। সায়ন্তিকা বলেন, সারা বছর গাছের যথাযথ পরিচর্যা করলেন পুরস্কার দেওয়া হবে। শনিবার বরানগর বিধানসভার অধীন ক্লাবগুলিকে ৫টি করে গাছ প্রদান করা হবে। ১২ মাস পর বৃক্ষ বিষয়ক বিশেষজ্ঞের মাধ্যমে ওই গাছগুলির অবস্থা খতিয়ে দেখা হবে এবং পরিচর্যার ওপর ভিত্তি করে সেরা তিনটি ক্লাবের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, ‘উষ্ণতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তা খুবই উদ্বেগের। সেই জন্য আমরা সবুজায়নের এই উদ্যোগ নিয়েছি। প্রত্যেকটি ওয়ার্ড এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আমরা প্রত্যেকটি ক্লাবকে ৫টি করে গাছ দিচ্ছি। স্কুল, কলেজ, আবাসন দরকার বুঝে যেখানে ইচ্ছা গাছ লাগানো যেতে পারে। এক বছর পর ইনস্পেকশন করা হবে। যারা সবচেয়ে ভালো পরিচর্যা করবেন, রক্ষণাবেক্ষণ করবেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে’।

বাংলা হান্ট 27 Jul 2024 9:13 am

ঘুম থেকে উঠেই সকালবেলা করছেন চা পান? সাবধান! হাসপাতালে যেতে হতে পারে আপনাকে

সোশ্যাল মিডিয়ার যুগে ডলি চাওয়ালা (Dolly Chaiwala) থেকে শুরু করে এমবিএ চাওয়ালা চা পানের ট্রেন্ডকে আরো তীব্র করেছে। এই ট্রেন্ড ফলো করে আপনারও কি সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়েই চায়ে (Morning Tea) চুমুক দেওয়া অভ্যাস? তাহলে আজই বন্ধ করুন এই অভ্যাস, নাহলে পড়তে পারেন বড়সড় বিপদে। এমনকি হাসপাতালেও ছুটতে হতে পারে আপনাকে। আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা সকালে ঘুম থেকে উঠেই চায়ের (Morning Tea)কাপে চুমুক দিয়ে দিনের শুরুটা করেন। সকালে উঠে চা পান না করলে, তাঁদের ঘুমের ঘোর নাকি কাটতেই চায় না। যদি সুস্থ থাকতে চান, তাহলে আজই ত্যাগ করুন এই অভ্যাস। আর মেনে চলুন এই কয়েকটি টিপস, তাহলে সুস্থ থাকবে আপনার শরীর। আপনার যদি কোলেস্টেরল থাকে, তাহলে চা (Morning Tea) একদমই পান করা উচিত নয়। ছুটির দিনে যাদের ঘন ঘন চা পান করার অভ্যাস রয়েছে, আজই তাঁরা এই অভ্যাস ত্যাগ করুন। বেশি চা খাওয়া একদমই উচিত নয়। সম্ভব হলে রাতে ঘুমাতে যাওয়ার ৬ ঘণ্টা আগে চা পান সম্পন্ন করুন। বিকেল ৪ টের পর আর চা পান করবেন না। তাহলে আপনার রাতের খাবার ঠিকমত হজমও হবে এবং আপনার ঘুমের ব্যাঘাতও ঘটবে না। খালি পেটে চা পান করলে শরীরে ক্যাফিন প্রবেশ করে, যা কর্টিসল উৎপাদনে বাঁধা দেয় এবং আপনার মানসিক চাপ বাড়ে। সম্ভব হলে গ্রিন টি খাওয়ার প্রবণতা তৈরি করুন। সকালে উঠে শরীর চর্চার আগে কিংবা পরে গ্রিন টি পান করতে পারেন। তবে কখনই ওষুধ খাওয়ার পর গ্রিন টি খাবেন না। যদি আপনার চা দিয়ে ওষুধ খাওয়ার প্রবণতা হাকে তাহলে তা এখনই মন থেকে দূর করুন। নাহলে কিন্তু অ্যাসিডিটির কারণে হাসপাতালে যেতে হতে পারে আপনাকে।

বাংলা হান্ট 27 Jul 2024 8:57 am

চেনেন এই ক্রীড়াবিদকে? তিন তিনবার ৩ টি দেশের হয়ে করেছিলেন অলিম্পিক্সে প্রতিনিধিত্ব

অলিম্পিক্সে ( Olympic games )কোন পদক না জিতলেও নজর কেড়েছিলেন সকলের। একাই তিন তিনটে দেশের জয়ে প্রধিনিধিত্ব করে রেকর্ড করেছিলেন ইয়ামিল (Yamil Aldama)। অলিম্পিক্সে কোন স্থান না পেলেও, অন্যান্য আন্তর্জাতিক খেলায় একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। ২৬ শে জুলাই থেকেই প্যারিসে শুরু হচ্ছে ৩০ তম অলিম্পিক্স। আর চলবে ১১ ই অগস্ট পর্যন্ত। এই খেলায় ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। তবে এই অলিম্পিক্সে অনেক ক্রীড়াবিদকেই অতীতে দুটি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গেলেও, তিনটি দেশের হয়ে খেলে সকলের নজর আকর্ষণ করেছিলেন ইয়ামিল। ১৯৯৬ সালের অলিম্পিক্সেই (Olympic games)যোগ দেওয়ার কথা থাকলেও, চোটের কারণে নাম দিতে পারেননি। তারপর কিউবার জন্মগ্রহণকারী ইয়ামিল ২০০০ সালে সেই দেশের হয়েই প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু ট্রিপল জাম্পে চতুর্থ স্থান অর্জন করায় কোন পদক লাভ করতে পারেননি। এরপর ২০০১ সালে স্কটিশ টিভি প্রযোজক অ্যান্ড্রু ডডসকে বিয়ে করলেও, তাঁর স্বামী মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হয়। জীবনের ওঠা পড়ার মাঝেই ২০০৪ সালের অলিম্পিক্সে ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করতে চাইলে, তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি। এইসময় স্পেন, ইটালি এবং চেক প্রজাতন্ত্রের তরফ থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হলেও, তিনি বেছে নিয়েছিলেন সুদানকে। কিন্তু ভাগ্য তাঁর সাধ দেয় না। এখানে তিনি পঞ্চম হন। অবশেষে ২০১০ সালে ইয়ামিল ( Yamil Aldama )ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করে ২০১২ সালে আবারও অলিম্পিক্সে নাম দিয়েছিলেন। এইবার বছর ৪০-র ইয়ামিল চোট নিয়েই ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করলেও, হাতে আসেনি কোন পদক। এখানেও তিনি পঞ্চম স্থান অধিকার করেন। এইভাবে তিন বার তিনটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও, অলিম্পিক্স থেকে কোনরকম পদক ঘরে আনত পারেননি ইয়ামিল। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশ কয়েকটি পদক রয়েছে তাঁর জিম্মায়।

বাংলা হান্ট 27 Jul 2024 8:36 am

পাসপোর্ট র‍্যাঙ্কিং-এ নতুন রেকর্ড গড়লো ভারত! এবার এতগুলি দেশ বিনা ভিসায় ঘুরতে পারবেন ভারতীয়রা

হেনলি পাসপোর্ট ইনডেক্সের ( Passport Ranking ) দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২৪ সালের পাসপোর্ট র‍্যাঙ্কিং। আর তা দেখেই খুশির জোয়ার ভারতীয়দের মধ্যে। ২২৭ দেশের মধ্যে ৮২ তম স্থানে রয়েছে ভারতীয় পাসপোর্ট। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে জানা গিয়েছে, এবার ৫৮ টি দেশ ‘ভিসা ফ্রি’ হল ভারতের জন্য। এই রিপোর্ট (Passport Ranking) অনুসারে, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মরিশিয়াস, মায়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডন, কাজাখস্তান, কেনিয়া, কিরিবাটি, লাওস, ম্যাকাও, ম্যাডাগাস্কার, মালয়েশিয়া, মলদ্বীপ, মার্শাল আইল্যান্ডস, মরিটানিয়া, মাইক্রোনেশিয়া, মন্টেসেরাট, মোজাম্বিক, নিউ, পালাউ আইল্যান্ডস, কাতার, রুয়ান্ডা, সামোয়া, সেনেগাল, অঙ্গোলা, বার্বেডোজ, ভূটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুটি, ডমিনিকা, ইথিওপিয়া, ফিজি, গ্রেনেডা, গিনি-বিসাউ, হাইতি, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইন্স, তাঞ্জানিয়া, টিমোর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, তিউনিশিয়া, টুভালু, ভানুয়াটু, জিম্বাবোয়ে- এইসকল দেশে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই যেতে পারবেন ভারতীয় নাগরিকরা। প্রয়োজন হবে না ভিসার। জানিয়ে রাখি, এই তালিকায় প্রথম স্থানে থাকায় সিঙ্গাপুরের নাগরিকরা ভিসা ছাড়াই ১৯৫টি দেশে প্রবেশের অনুমতি পাচ্ছেন। ১৯২ টি দেশে ‘ভিসা ফ্রি এন্ট্রি’ থাকছে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন এবং জাপানের নাগরিকদের। অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন- এইদেশগুলো এই তালিকার তৃতীয় স্থানে থাকার কারণে ১৯১টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পেয়েছেন এই দেশের নাগরিকরা। অষ্টম স্থানে থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসা ছাড়াই ঘুরতে পারবেন। পাশাপাশি এই তালিকায় ১০০ তম স্থানে থাকায় পাক নাগরিকদের জন্য ৩৩ দেশ ভিসা ফ্রি রয়েছে। তবে এই তালিকার সবার শেষে রয়েছে আফগানিস্তান। এই দেশের নাগরিকরা মাত্র ২৬ টি দেশে বিনা ভিসায় প্রবেশ করতে পারবে।

বাংলা হান্ট 27 Jul 2024 8:14 am

৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি! কতদিন থাকবে এই আবহাওয়া?

বাংলা হান্ট ডেস্কঃ প্যাচপ্যাচে গরম শেষে অবশেষে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শুরু হয়েছে বৃষ্টির ইনিংস। গত কয়েকদিন ধরে দক্ষিণের নানান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের কারণে এবার এক সপ্তাহ ধরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। টানা বৃষ্টির কারণে কলকাতা সহ বেশ কিছু জায়গায় জল থই থই পরিস্থিতি হতে পারে বলেও খবর (Weather Update)। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)? গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। এই সময় স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি (Rainfall Alert) হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস শনিবার অবধি ‘ওয়াইড স্প্রেড রেইন’ চলবে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফ থেকে আগামী ২৪ ঘণ্টা মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে। উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে বারণ করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। সেই সঙ্গেই বইতে পারে ৪০, ৫০ কিংবা ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আরও পড়ুনঃ  গা ভর্তি সোনা! বাপ্পি লাহিড়ীর মৃত্যুর পর সেই গয়নার কী হল জানেন? শুনলে চমকে উঠবেন! এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (South Bengal Weather) কথা বলা হলে, আগামী ৭ দিন জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় যেমন আজ মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা ভারী নয়। তবে সোমবার থকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকেই ফের বাড়বে বৃষ্টি। আগামীকাল উত্তরের চার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে সোমবার অবধি দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টি বাড়বে। আগামীকাল কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং সোমবার ভিজতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি।

বাংলা হান্ট 27 Jul 2024 8:07 am

আজকের রাশিফল ২৭ জুলাই, লটারিতে মালামাল হবে এই চার রাশি

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি। দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal): মেষ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি খাওয়াদাওয়ার বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আজ এমন কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না যেটি আপনার আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত গর্বিত হবেন। আজ আপনি কোথাও রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি গোশালায় নিজের সমান ওজনের বার্লি দান করুন। বৃষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জীবনে আজ আপনাকে সচেতন থাকতে হবে। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আজ ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। আজ আপনি কোনও মাল্টিপ্লেক্সে ভালো সিনেমা দেখতে পারেন। প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটিকে সাদা রঙের ফুল উপহার দিন। মিথুন রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোনও কাজে আজ আপনি ভাই-বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। অতিথিদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আত্মীয়দের সাথে আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলির দিকে আজ অবশ্যই মনোযোগ দিন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে। প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে জলে মিষ্টি ফেলে দিন। কর্কট রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। পাশাপাশি, তাড়াহুড়ো করেও আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনি আজ অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হতে পারেন। বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়েছেন কি না তা যাচাই করে নিন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ আপনার বাবার কাছ থেকে একটি বিশেষ উপহার পেতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে। প্রতিকার:  শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে ভগবান শিবের উদ্দেশ্যে ধুতুরা গাছের ফল এবং বীজ অর্পণ করুন। সিংহ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। এই রাশির অভিভাবকরা তাঁদের সন্তানদের পড়াশোনার অমনোযোগের কারণে হতাশ হতে পারেন। কারোর সাথে আপনার ঝগড়া থাকলে তা আজকেই মিটিয়ে নিন। আজ আপনি মায়ের সাথে অনেকটা সময় কাটাবেন। তিনি আপনার ছোটবেলার কিছু স্মৃতি রোমন্থন করবেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ব্রোঞ্জের পাত্রে রাখা একটি মূলো কোনও মন্দিরে অথবা মন্দিরের বাইরে বসে থাকা ভিক্ষুককে অর্পণ করুন। কন্যা রাশি: শরীর নিয়ে আজ অযথা কোনও চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। অতীতের একটি বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কোনও বিষয়ে পরিপ্রেক্ষিতে আজ আপনি একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে। প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ঠাকুরঘরে ইষ্টদেবতার তামার মূর্তি স্থাপন করে প্রতিদিন পুজো করুন। তুলা রাশি: আজ আপনি কোনও খেলাধূলায় অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, আজ আপনি ঋণমুক্ত হতে পারেন। বাড়ির পরিবেশে আজ আপনি একটি অনুকূল পরিবর্তন আনবেন। প্রেমের জীবনে আপনাকে আজ সতর্ক থাকতে হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে কুকুরকে রুটি খাওয়ান। বৃশ্চিক রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। যাঁরা শুধুমাত্র ঋণের জন্য আপনার কাছে আসেন তাঁদেরকে অপেক্ষা করুন। প্রতিটি কাজে সফলতা অর্জনের জন্য নিজের বুদ্ধিকে কাজে লাগান। আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন একজন কারোর কাছ থেকে আজ আপনি ফোন কল পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মাদকদ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন। ধনু রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। আপনি আজ কোনও শারীরিক যন্ত্রণার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পাশাপাশি, আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ আপনি কোনও ধর্মীয় কাজে ব্যস্ত থাকতে পারেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি সাদা রঙের কাপড়ে খিরনি গাছের শিকড় বেঁধে রাখুন। আরও পড়ুন:  Chanakya Niti: এই ৫ টি কথা স্ত্রী-রা কখনও জানতে দেন না স্বামীদের! সবসময় লুকিয়ে রাখেন তাঁদের কাছ থেকে মকর রাশি: আজ আপনি কোথাও নিমন্ত্রণ পেতে পারেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি ঘুমিয়ে অতিবাহিত করবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ঠাকুরঘরে ইষ্টদেবতার রুপোর মূর্তি স্থাপন করে প্রতিদিন তাঁর পুজো করুন। আরও পড়ুন:  এই অক্ষরগুলি দিয়ে নাম শুরু হলেই জীবনে মিলবে বড় সাফল্য! দু’হাতে আসবে টাকা, কি বলছে জ্যোতিষশাস্ত্র? কুম্ভ রাশি: কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। আপনার বিনিয়োগ সংক্রান্ত তথ্য এবং ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পাশাপাশি, বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া একটি সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে খাবার আগে নিজের পা ধুয়ে নিন অথবা সম্ভব হলে জুতো খুলে খেতে বসুন। মীন রাশি: শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি একটি ভালো দামে বিক্রি করে দিতে পারে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভা বানাবেন। আপনি আজ একটি পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। এখানে কিছু নতুন বন্ধু তৈরি হবে। অবসর সময়ে আজ আপনি একটি সিনেমা দেখলেও সেটি আপনার পছন্দ হবে না। বিবাহিত জীবন অবশ্যই সুখের হবে। প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে আপনার ভালোবাসার মানুষটিকে ঝিনুক, মুক্তো অথবা শাঁখের তৈরি জিনিস উপহার দিন।

বাংলা হান্ট 27 Jul 2024 12:01 am

Optical Illusion:এত্তগুলো বাঘের মধ্যে একটা সম্পূর্ণ আলাদা! ১৮ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় আজকাল বিভিন্ন ধরনের খেলা ঘোরাফেরা করে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় হল অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion)। ছোটবেলায় আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এই ধরনের অপটিক্যাল  ইল্যুশনের খেলা খেলেছি। অপটিক্যাল ইল্যুশন যারা সমাধান করতে পারেন তারা নিঃসন্দেহে জিনিয়াস। অপটিক্যাল ইল্যুশনের (Optical Illusion) ধাঁধা এই ধরনের সমাধান পরিচয় দেয় আপনার তীক্ষ্ণ বুদ্ধির ও সজাগ ইন্দ্রিয়ের। আজকের প্রতিবেদনে আমরা তেমনই একটি অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion) নিয়ে এসেছি আপনাদের জন্য। ভালো করে নিচের ছবিটি দেখুন। এই ছবিটিতে রয়েছে বাঘের দল। তবে এই বাঘের দলে এমন একটি বাঘ রয়েছে যা অন্যদের থেকে আলাদা। আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বাঘটিকে চিহ্নিত করতে হবে। আরোও পড়ুন :  ঝালমুড়ি তো হামেশাই খান! কিন্তু, ইংরেজিতে কী বলে জানেন? উত্তর দিতে পারেন না ৯৯% মানুষই অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) এই খেলায় আপনাকে ১৮ সেকেন্ডের সময় বেঁধে দেওয়া হবে। এই ১৮ সেকেন্ডের মধ্যে আপনাকে ভিন্ন দেখতে বাঘটি খুঁজে বার করতে হবে। আপনি যদি এই বাঘটি খুঁজে বার করতে পারেন তাহলে আপনি হয়ে উঠতে পারেন তীক্ষ্ণ চোখের ব্যক্তি। আপনার আঠারো সেকেন্ডের সময় শুরু হল এখন। ১৮ সেকেন্ডের মধ্যে ছবিতে থাকা ভিন্ন দেখতে বাঘটি খুঁজে বার করুন। যদি খুঁজে না বার করতে পারেন তাহলে হতাশ হবেন না। এই খেলাটি আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথেও খেলতে পারেন। তাদেরও নির্দিষ্ট সময় বেঁধে দিন। এই সময়ের মধ্যে তাদের খুঁজে বার করতে বলুন ভিন্ন দর্শন বাঘটিকে। প্রতিবেদনের মধ্যে একটি ছবিতে আমরা মার্ক করে ভিন্ন দর্শন বাঘটিকে চিহ্নিত করে দিয়েছে। এবার মিলিয়ে নিন আপনার অনুসন্ধান সঠিক কিনা।

বাংলা হান্ট 26 Jul 2024 8:31 pm

ঝালমুড়ি তো হামেশাই খান! কিন্তু, ইংরেজিতে কী বলে জানেন? উত্তর দিতে পারেন না ৯৯% মানুষই

বাংলাহান্ট ডেস্ক : বাংলার মানুষের কাছে মুড়ি খাদ্যটির জনপ্রিয়তা তুঙ্গে। আর সেটা যদি ঝালমুড়ি (Jhalmuri) হয় তাহলে তো কথাই নেই। শপিং করতে গিয়ে হোক কিংবা টিফিন, রাগে অনুরাগে, প্রেমে বিরহে, আমাদের কাছে অত্যন্ত সুস্বাদু একটি খাবার হল ঝালমুড়ি। ভারতের পূর্বের রাজ্যগুলি বিশেষত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, অসমে বেশ জনপ্রিয় ঝালমুড়ি। জানেন ঝালমুড়িকে (Jhalmuri) ইংরেজিতে কী বলে? এপার বাংলা মানে পশ্চিমবঙ্গ আর ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে ঝালমুড়ির জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। ছোট-বড় প্রত্যেক বাঙালির কাছেই অত্যন্ত লোভনীয় একটি খাবার হল ঝালমুড়ি। চানাচুর, ধনেপাতা, কাঁচালঙ্কা, কাঁচা ছোলা ভোজানো, সেদ্ধছোলা, বাদামভাজা, সরষের তেল, নারকেল কুচি , মশলা দিয়ে তৈরি ঝালমুড়ি বিক্রি হতে দেখা যায় পাড়ায়-পাড়ায় কিংবা বড় রাস্তায়। আরোও পড়ুন :  ১০ লক্ষ নয়, মিলবে ২০ লাখ টাকার ঋণ! কেন্দ্রের এই শর্ত মানলেই কেল্লাফতে বাংলার স্ট্রিট ফুডগুলির মধ্যে ঝালমুড়ির (Jhalmuri) জনপ্রিয়তা লিস্টের প্রথম সারিতে। বিশেষত মহিলারা ঝালমুড়ি খেতে একটু বেশিই পছন্দ করেন। যুগ যুগ ধরে বাংলার সাহিত্য, গান, চলচ্চিত্রে উঠে এসেছে ঝাল মুড়ির প্রসঙ্গ। ঝালমুড়ি আদতে একটি বাংলা শব্দ। তবে বলতে পারবেন এই ঝালমুড়ির ইংরেজি কী? ঝালমুড়ি খেতে তো সবাই পছন্দ করেন। তবে ঝালমুড়ির (Jhalmuri) ইংরেজি বলতে গিয়ে অনেকেই হোঁচট খাবেন। কারণ পশ্চিমবঙ্গের (West Bengal) ঝালমুড়ির ইংরেজি শব্দ খুব একটা প্রচলিত নয়। ঝালমুড়িকে অনেকেই বাংলায় মশলা মুড়ি বলে থাকেন। ঝালমুড়ির সেই অর্থে নির্দিষ্ট ইংরেজি অর্থ না থাকলেও, এটিকে ইংরেজিতে উচ্চারণ করা হয় Spicy Puffed Rice নামে।

বাংলা হান্ট 26 Jul 2024 8:01 pm

Mamata Banerjee : 'আমায় শেখানোর প্রয়োজন নেই...', দুর্গত বাংলাদেশিদের 'আশ্রয়' প্রসঙ্গে প্রতিক্রিয়া মমতার

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে কোনও দুর্গত এপার বাংলার দরজায় কড়া নাড়লে তাঁদের আশ্রয় দেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে বিরোধিতা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে BJP নেতারা। পাশাপাশি বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঢাকা থেকে এই মর্মে একটি চিঠিও পেয়েছে তারা। সেই নিয়ে দিল্লি পৌঁছেই প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এ ই সময় 26 Jul 2024 7:44 pm

১০ লক্ষ নয়, মিলবে ২০ লাখ টাকার ঋণ! কেন্দ্রের এই শর্ত মানলেই কেল্লাফতে

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে বলা হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PM Mudra Yojana) আওতায় ঋণ প্রদানের উর্ধ্বসীমা বৃদ্ধি করে ২০ লক্ষ টাকা করা হয়েছে। তবে এই সুবিধা পেতে গেলে পূরণ করতে হবে একটি শর্ত। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojana) প্রকল্প শুরু হয় ২০১৫ সালে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojana) প্রকল্প (Scheme) এই প্রকল্পের (Scheme) মূল উদ্দেশ্যই ছিল ব্যবসায়ীদের আর্থিকভাবে সাহায্য করে কর্মসংস্থান বৃদ্ধি। এই প্রকল্পের ঋণের ঊর্ধ্বসীমা ১০ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ২০ লক্ষ টাকা করা হয়েছে। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, মুদ্রা ঋণ (Mudra Loan) সহজলভ্য করতে ও ব্যাংক থেকে ঋণ (Loan) পাওয়ার সুবিধা নিশ্চিত করার জন্য এই পরিবর্তন আনা হয়েছে। আরোও পড়ুন :  পকেটে আসবে মোটা টাকা, সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! চলতি মাসেই বিরাট ঘোষণা? তবে এই ঋণের ঊর্ধ্বসীমা পাওয়ার জন্য পূরণ করতে হবে একটি শর্ত। মুদ্রা যোজনার (PM Mudra Yojana) তরুণ বিভাগে যারা ঋণ নিয়েছেন এবং সময় মতো সম্পূর্ণ অর্থ শোধ করেছেন, তারাই পাবেন এই সুবিধা। অর্থাৎ কুড়ি লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা পাবেন পুরনো সুবিধাভোগীরা। ১৮ বছর বা তার অধিক বয়সী ভারতীয়রা মুদ্রা যোজনায় আবেদন করতে পারেন। যাদের কোনও ঋণ খেলাপি নেই এবং ভালো ক্রেডিট স্কোর আছে তারা অনায়াসে ঋণ পেয়ে যাবেন। এই প্রকল্পের ঋণের টাকা শুধুমাত্র ব্যবসায়িক কাজে লাগানো যাবে। ঋণের জন্য আগ্রহী ব্যক্তিরা www.mudra.org.in ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র ডাউনলোড করে সেটি যথাযথভাবে পূরণ করে ব্যাংকে জমা দিন। আপনার সম্পূর্ণ তথ্য তারপর যাচাই করা হবে ব্যাংকের পক্ষ থেকে। সব যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রদান করা হবে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ঋণ।

বাংলা হান্ট 26 Jul 2024 7:34 pm

পকেটে আসবে মোটা টাকা, সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! চলতি মাসেই বিরাট ঘোষণা?

বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ ইস্যুতে উত্তাল বাংলা। চলছে আন্দোলন, মামলা। ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ সমানে বেড়েই চলেছে। আবার শোনা যাচ্ছে সামনেই মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে বড় সুখবর আসতে চলেছে। যার ফলে পকেটে আসবে বাড়তি টাকা। শীঘ্রই বাড়বে ডিএ (Dearness Allowance) চলতি সপ্তাহে কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও তা হয়নি। গত ২৩ জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে সেখানে সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো আপডেট আসেনি। এই আবহে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন এবং পেনশন মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ সংশোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নিয়ম অনুসারে, বছরে দু’বার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। জুলাইতে ফের বাড়বে ভাতা। ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধিত হবে অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে। যদিও সেপ্টেম্বর-অক্টোবরেই এই ঘোষণা করা হয়ে থাকে। তবে তা জুলাই থেকে কার্যকর করা হয়। ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে, জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা একলাফে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে। আবার সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত ডিএ (Dearness Allowance) ৪ শতাংশ করে বৃদ্ধি করে আসছে। এবারও অন্তত ৪ শতাংশ ডিএ নিশ্চিত বাড়বে। পাশাপাশি ফিটম্যান্ট ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হবে কর্মীদের জন্য। যদি ৪% ডিএ বৃদ্ধি পায় তাহলে ৭ম বেতন কমিশনের ভিত্তিতে যেসকল সরকারি কর্মচারীদের মূল বেতন মাসে ১৮ হাজার টাকা, তারা প্রতি মাসে ৭২০ টাকা, বছরে ৮,৬৪০ টাকা করে পাবেন। এবার যাদের মূল বেতন ২০ হাজার টাকা , তারা প্রতি মাসে ৪০০ টাকা করে এবং প্রতি বছর ৯ হাজার ৬০০ টাকা বেশি পাবেন। আরও পড়ুন:  চালুর পথে নয়া নিয়ম! দিনে ১৪ ঘণ্টা করে করতে হবে কাজ! সরকারের কাছে প্রস্তাব জমা যাদের মূল বেতন ৩০ হাজার টাকা, তারা প্রতি মাসে ১২০০ টাকা এবং বার্ষিক ১৪,৪০০ টাকা অতিরিক্ত পাবেন। যারা ৫০ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন তারা মাসে ২ হাজার টাকা, বছরে ২৪ হাজার টাকা বেশি পাবেন। যে সকল কর্মচারীর মূল বেতন ৬০ হাজার টাকা তারা প্রতি মাসে ২,৪০০ এবং প্রতি বছর ২৮,৮০০ টাকা বেশি পাবেন।   যাদের মূল বেতন ৮০ হাজার, তারা প্রতি মাসে ৩,২০০ এবং বার্ষিক ৩৮,৪০০ টাকা পাবেন। যাদের মূল বেতন ১ লক্ষ টাকা তারা প্রতি মাসে ৪০০০ টাকা এবং প্রতি বছর ৪৮,০০০ টাকার বাড়তি সুবিধা পাবেন।

বাংলা হান্ট 26 Jul 2024 7:15 pm

চালুর পথে নয়া নিয়ম! দিনে ১৪ ঘণ্টা করে করতে হবে কাজ! সরকারের কাছে প্রস্তাব জমা

বাংলা হান্ট ডেস্কঃ আর ৮ বা ৯ ঘণ্টাতে হবে না। এবার থেকে দিনে ১৪ ঘণ্টা করতে হবে কাজ (Working Hours)! সম্প্রতি এই মর্মে রাজ্য সরকারের (State Government) কাছে প্রস্তাবও জমা পড়েছে। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কর্মচারীরা। ৯ ঘণ্টা অতীত, এবার দিনে ১৪ ঘণ্টা করে কাজ! (Working Hours) জানিয়ে রাখি, কর্নাটকে কর্মচারীদের কাজের সময় বৃদ্ধির দাবি তোলা হয়েছে। জানা যাচ্ছে সে রাজ্যে দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সংক্রান্ত আইন সংশোধন করতে চলেছে সরকার। এই আবহে আইটি কোম্পানিগুলি চাইছে সরকারের সেই সংশোধিত আইনে কর্মীদের কাজের সময়ের বিষয়টিও অন্তর্ভুক্ত হোক। নিজের অধীনস্ত কর্মীদের কাজের সময় বাড়ানোর দাবি তুলেছে আইটি কোম্পানিগুলি। আইটি কোম্পানিগুলির দাবি অনুযায়ী, এবার থেকে কর্মীদের কাজের সময় বাড়ানো হোক। ৯ ঘণ্টার বদলে দিনে ১৪ ঘণ্টা কাজ। কর্মীদের কাজের সময় বা শিফট ১২ ঘণ্টা। তার সঙ্গে ২ ঘণ্টা ওভারটাইম। তবে আইন অনুযায়ী কোনো সংস্থার কর্মীদের দিনে ৯ ঘণ্টা কাজ + ওভারটাইম ১ ঘণ্টা। সবমিলিয়ে ১০ ঘণ্টা কাজ (Working Hours) করানো যায়। এক্ষেত্রে আইটি কোম্পানিরগুলি প্রস্তাব, ‘আইটি বা কলসেন্টারের কর্মীদের দিনে ১২ ঘণ্টার বেশি এবং টানা ৩ মাসে ১২৫ ঘণ্টার কম কাজের ছাড়পত্র দিক সরকার’। আইটির এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই প্রাথমিকভাবে আলোচনা করেছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে বিস্তরে আলোচনা হতে পারে বলেও সূত্রের খবর। আরও পড়ুন:  কারও চাই আলাদা রাজ্য, কারও বাড়তি সুবিধা! সুকান্ত, অনন্ত থেকে সৌমিত্র, প্রসঙ্গ ‘বঙ্গভঙ্গ’! আইটি সংস্থাগুলির এই প্রস্তাবের পরই ফুঁসে উঠেছে কর্নাটক আইটি কর্মচারী ইউনিয়ন বা KITU। তাদের কথায় বর্তমানে আইটি কোম্পানিগুলি এখন ৩ শিফটে কাজ চলে। কিন্তু এভাবে যদি কাজের সময় বাড়ানো হয়, তাহলে সংস্থাগুলিতে শিফটের সংখ্যা কমবে। তখন দুই শিফটে কাজ হবে। ফলত এক-তৃতীয়াংশ কর্মচারী কাজ হারাবেন।

বাংলা হান্ট 26 Jul 2024 7:12 pm

মুরগির এই ৫ গুণ শিখে ফেললেই বাজিমাত! চাণক্যের মতে, সাফল্যের সঙ্গেই তৈরি হবে আলাদা পরিচয়

বাংলাহান্ট ডেস্ক : আচার্য চাণক্য (Chanakya) ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ কূটনীতিবিদ। তাঁর মতে আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখি। আচার্য চাণক্যের (Chanakya) মতে একজন মানুষ অপর মানুষের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারে। এমনকি মানুষ শিখতে পারে পশু-পাখিদের থেকেও। ঈশ্বরের সৃষ্টি জীব হল পশু-পাখিরা। তাদের রয়েছে আশ্চর্য ক্ষমতা। মুরগির এই গুণগুলিকে আয়ত্ত করতে বলছেন চাণক্য (Chanakya) এমন অনেক জিনিস রয়েছে যা পশু-পাখিরা অনুভব করতে পারে, কিন্তু মানুষ সেগুলো ভাবতেও পারে না। আচার্য চাণক্য (Chanakya) বলে গেছেন মুরগির কাছ থেকে এমন কিছু গুণ রয়েছে যা মানুষের শেখা উচিত। চাণক্য নীতি (Chanakya Niti) অনুসারে, মুরগির এই গুণগুলি আয়ত্ত করতে পারলে জীবনের সফলতার (Success) সাথে আসবে পরিচয় (Identity) । আরোও পড়ুন :  কারও চাই আলাদা রাজ্য, কারও বাড়তি সুবিধা! সুকান্ত, অনন্ত থেকে সৌমিত্র, প্রসঙ্গ ‘বঙ্গভঙ্গ’! সকালে ঘুম থেকে ওঠা: চাণক্য বলেছেন মুরগি জেগে ওঠে ব্রহ্ম মুহূর্তে। মানুষ মুরগির থেকে ব্রহ্ম মুহূর্তের কথা জানতে পারে। চাণক্য মনে করেন যে মানুষ ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে সে সহজেই সঠিকভাবে কাজ সম্পন্ন করার ক্ষমতা রাখে। আরোও পড়ুন :  আরেব্বাস! এবার বাড়িতে বসেই হাতে আসবে ৯৩০০ টাকা! প্রতি মাসে অবিশ্বাস্য সুবিধা দেবে PNB প্রতিকূল অবস্থার জন্য তৈরি থাকা: চাণক্য বলেছেন মোরগ সব সময় প্রতিকূল অবস্থার জন্য তৈরি থাকে। যার অর্থ হল সর্বদা লড়াইয়ের জন্য তৈরি থাকে মোরগ। মানুষের উচিত যে কোনও প্রতিকূল অবস্থার জন্য আগে থেকে প্রস্তুত থাকা। ভিড়ের মধ্যেও দূরে থাকার চেষ্টা: আচার্য চাণক্য মনে করেন প্রত্যেকটা মানুষের পছন্দ-অপছন্দ ভিন্ন। মুরগিও তেমন। একসাথে বহু মুরগি অবস্থান করলেও তাদের প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। একসঙ্গে খাওয়া: মুরগি সব সময় একসাথে আহার গ্রহণ করে। মানুষের উচিত সবসময় ভাগ করে খাদ্য গ্রহণ করা। যে ব্যক্তি সহকর্মীদের প্রতি ভালোবাসা ও অংশীদারিত্ব বজায় রেখে চলে সে সহজেই সফল হতে পারে। তৈরি হয় আলাদা পরিচয়। সহানুভূতির অনুভূতি: অন্যান্য পশু-পাখির মতো সহানুভূতির অনুভূতি রয়েছে মুরগিরও। একটি মুরগির যদি কিছু হয় তাহলে তার কাছে গিয়ে দাঁড়ায় অন্য একটি মুরগি। মানুষেরও এই বৈশিষ্ট্য থাকা উচিত।

বাংলা হান্ট 26 Jul 2024 7:04 pm

কারও চাই আলাদা রাজ্য, কারও বাড়তি সুবিধা! সুকান্ত, অনন্ত থেকে সৌমিত্র, প্রসঙ্গ ‘বঙ্গভঙ্গ’!

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ (West Bengal)! সাম্প্রতিককালে উত্তর হোক কিংবা দক্ষিণ, একাধিক হেভিওয়েট বিজেপি (BJP) নেতার মুখে উঠে এসেছে এই বঙ্গ অর্থাৎ বাংলাকে ভাগের তত্ত্ব। ‘উন্নয়নের’ স্বার্থে ‘বঞ্চনার’ বিরুদ্ধে আলাদা রাজ্য চাই, আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল চাই। এমন কথাই বারে বারে শোনা গিয়েছে গেরুয়া শিবিরের নেতাদের গলায়। আর ২০২৪ লোকসভা নির্বাচনের পর সেই নিয়ে বিতর্ক যেন আরও তুঙ্গে। প্রসঙ্গ বিজেপির (BJP) ‘বঙ্গভঙ্গ’ কিছুদিন আগের কথা, ভোটে জিতে তৃতীয়বারের মতো সাংসদ হয়েই বাংলার জঙ্গল মহল সহ রাঢ় বঙ্গকে (Rar Banga) নিয়ে আলাদা রাজ্যের দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন বাঁকুড়াড় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। নিজের দাবি জানিয়ে সমাজমাধ্যমে গেরুয়া সাংসদ লিখেছিলেন, ‘আমি মল্লভূমের ছেলে, তাই আমাকে ভাবতেই হয় জঙ্গলমহল ও রাঢ় বাংলার মানুষের কথা। এখনো সময় আছে রাঢ় বাংলা ও জঙ্গলমহল কে বাঁচানোর।’ সৌমিত্রর কথায় তার দাবি কার্যত স্পষ্ট। তবে এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই একই দাবি তুলে সরব হন সৌমিত্র। যা নিয়ে বেশ জলঘোলাও হয়েছিল। ‘ভারতীয় জনতা পার্টি রাঢ় বঙ্গ না চাইলেও আমি চাই” বলেও আগে সাফ জানিয়ে দিয়েছিলেন বিজেপি সাংসদ। এদিকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই চলতি সপ্তাহে উত্তরবঙ্গের ‘উন্নয়নের’ স্বার্থে বড় দাবি করে বসেন আরেক বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। উত্তরবঙ্গের (North Bengal) আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করা হোক বলে দাবি জানান উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত। সুকান্তর দাবি, বাংলার উত্তরাংশের সঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলির অনেক মিল রয়েছে। ফলে এই দুইকে জুড়ে দিলে উত্তরবঙ্গ আরও বেশি সুযোগ-সুবিধা পাবে। আরও পড়ুন: চিন্তা শেষ! সরকারি কর্মীদের জন্য বড় পদক্ষেপ, নয়া বিজ্ঞপ্তি করল অর্থ দফতর যদিও সৌমিত্র খাঁ-র মতো তিনি বাংলা ভাগের দাবি করেননি। সুকান্তর কথায়, ‘‘আমি আদৌ রাজ্য ভাগের কথা বলিনি। আমি উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে এটা ভেবেছি। যদি সরকার রাজ্যের ভাল চায় তাহলে সরকারের এই নিয়ে দ্বিমত থাকার কোনও কারণ নেই।” বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। রে রে করে উঠেছে বঙ্গ শাসকদল তৃণমূল কংগ্রেস। আর এবার সেই আগুনে আরও কিছুটা ঘি ঢাললেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ (Ananta Maharaj)। লোকসভা ভোট মিটতেই ফের একবার কোচবিহারকে আলাদা রাজ্য করার দাবি তুলে সংসদেই সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর দফতর থেকে স্বরাষ্ট্রমন্ত্রকে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কোচবিহারকে আলাদা রাজ্য করা হোক।” অনন্ত মহারাজের হুঙ্কার, ‘কোচবিহার আলাদা রাজ্য হবেই। কোচবিহার কখনও বাংলার অংশ ছিলই না। জোর করে অন্তর্ভুক্ত করা হয়েছে। যত শীঘ্র সম্ভব গ্রেটার কোচবিহার আলাদা রাজ্য ঘোষণা করা হোক। এটাই আমি চাই।” যদিও অনন্তের বক্তব্য নিয়ে বিজেপিতেই শুরু হয়েছে বিতর্ক। অনন্ত মহারাজের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন রাজ্য সভার আরেক সাংসদ শমীক ভট্টাচার্য। এদিকে বিজেপির একাধিক নেতার বাংলা ভাগের দাবির পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে। সংসদ থেকে বাংলাকে ভাগ করার কথা বলছে। টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে। বাংলা ভাগ মনে দেশ ভাগ। সেই জন্য ভয়েস রেকর্ড করতে দিলে করব, না হলে প্রতিবাদ করব”। সবমিলিয়ে বর্তমানে রাজনীতির উত্তাপ বাড়াচ্ছে এই ‘বঙ্গভঙ্গ’ প্রসঙ্গ।

বাংলা হান্ট 26 Jul 2024 6:55 pm

ঝমঝমিয়ে বৃষ্টি শুরু! রাতে দক্ষিণবঙ্গে ঝড়ের তুলকালাম! ভিজবে ৮ জেলা: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: এবার ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)? পূর্বাভাস অন্তত তেমনটাই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। যার জেরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে হেলে রয়েছে। ফলত বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা (South Bengal Weather) আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিও শুকনো থাকবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস থেকবে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জুনের মতো জুলাই মাসেও প্রচুর পরিমাণ বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। তবে সুখবর দিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি সামান্য কমলেও কলকাতা সহ দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই Wide Spread বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। ওদিকে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ ও আগামীকাল মেঘলা আকাশ থাকবে কলকাতায়। বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন:  পরপর ছুটি! অগাস্ট মাসে কবে কবে বন্ধ থাকছে স্কুল-কলেজ, অফিস-কাছারি? দেখুন তালিকা আজ ও আগামীকাল বৃষ্টি কমই থাকবে উত্তরবঙ্গে। রবিবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা। শনিবার দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। তবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বহাল থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।

বাংলা হান্ট 26 Jul 2024 6:54 pm

মৃতের হাতজুড়ে শত্রুদের নামে ট্যাটু! কী ভাবে স্পায়ে খুনের মোটিভ পেল মুম্বই পুলিশ?

মুম্বইয়ের এক স্পা সেন্টারে গুরু ওয়াঘমারে নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। বুধবার ভোরে ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। খুনের কিনারায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। মৃতের ময়নাতদন্তে দেখা যায়, মৃত্যুর আগে দুই হাতে ২২ জনের নামে ট্যাটু করেছিলেন ওয়াঘমারে। ওই ব্যক্তিরা তাঁর ক্ষতি করতে পারে এই আশঙ্কায় তাঁদের নামে ট্যাটু করিয়ে ছিলেন তিনি।

এ ই সময় 26 Jul 2024 6:27 pm

‘ধর্মান্তকরণ মন্তব্যে’র জের! ফিরহাদকে বরখাস্ত করার দাবি, গীতা হাতে প্রতিবাদ BJP-র

বাংলা হান্ট ডেস্কঃ ফিরহাদ হাকিমের (Firhad Hakim) একটি মন্তব্য ঘিরে তুমুল শোরগোল। একটি ভাইরাল ভিডিওয় তৃণমূল বিধায়ককে ‘ধর্মান্তকরণ’ বিষয়ক মন্তব্য করতে শোনা যায়। এবার তা নিয়েই প্রতিবাদে নামল বিজেপি (BJP)। গীতা হাতে বিক্ষোভ দেখালেন শুভেন্দু অধিকারীরা। কী বলেছেন ফিরহাদ (Firhad Hakim)? পদ্ম শিবিরের দাবি, সম্প্রতি ফিরহাদ একটি অনুষ্ঠানে ইসলাম সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে ধর্মান্তকরণে উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, ভিন্ন ধর্মে জন্মগ্রহণ করা দুর্ভাগ্যজনক। কলকাতা পুরসভার মেয়রকে ওই ভিডিওয় বলতে শোনা যাচ্ছে, ‘আমরা নিজের মুসলিম। মুসলিম ঘরে আমরা জন্মেছি, বড় হয়েছি। আমাদের নামাজ, আদব, কায়দা অধিকাংশ মানুষই জানেন। কিন্তু যারা ইসলাম নিয়ে জন্মাননি তাঁরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন’। ফিরহাদের এই মন্তব্য ঘিরেই উত্তাল রাজনৈতিক মহল। যার আঁচ এসে পড়েছে বিধানসভা অবধি। শুক্রবার মন্ত্রী ফিরহাদকে বরখাস্ত করার দাবিতে গীতা হাতে প্রতিবাদ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। ফিরহাদ যদিও এক সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, কোনও বিতর্কিত মন্তব্যই না। এটি বিজেপির বানানো কথা। আরও পড়ুনঃ  শিরোনামে শিক্ষকদের ‘শ্রেণি’ বিভাজন! হাইকোর্টে মামলা হতেই বিরাট নির্দেশ জাস্টিস সিনহার ফিরহাদ (Firhad Hakim) বলেন, আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। পশ্চিমবঙ্গের মানুষ জানে, আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ। আমি নিজের ধর্ম পুরোপুরি মানি এবং অন্যান্য ধর্মকেও মর্যাদা দিই। যদিও তাতে বিতর্কের আঁচ একটুও কমেনি। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, হিন্দু, শিখ, জৈন,পারসিকদের অপমান করার কোনও অধিকার ওনার (ফিরহাদ হাকিম) নেই। বিজেপি ইতিমধ্যেই ববিকে বরখাস্ত করার দাবি তুলেছে। যদি এমনটা না হয়, তাহলে রাজ্যজুড়ে আন্দোলন চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শুভেন্দু বলেন, এরপর রাজপথে প্রতিবাদে নামা হবে। গেরুয়া শিবিরের নেত্রী অগ্নিমিত্রা পালের গলাতেও শোনা গিয়েছে একই সুর।

বাংলা হান্ট 26 Jul 2024 6:25 pm

আরেব্বাস! এবার বাড়িতে বসেই হাতে আসবে ৯৩০০ টাকা! প্রতি মাসে অবিশ্বাস্য সুবিধা দেবে PNB

বাংলাহান্ট ডেস্ক : যারা প্রতি মাসে নিশ্চিত আয় চান তারা ব্যাংকের মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করতে পারেন। ব্যাংকের মান্থলি ইনকাম স্কিমে (Monthly Income Scheme) বিনিয়োগের সীমা থাকেনা। যত খুশি বিনিয়োগ করা যায় এখানে। সেখান থেকে প্রতিমাসে মিলবে ভালো রিটার্ন। যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (Punjab National Bank) অ্যাকাউন্ট থাকে তাহলে কীভাবে প্রতি মাসে ৯৩০০ টাকা করে পাবেন সেই হিসাব আজ দেখে নেব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) বিশেষ সুবিধা মান্থলি ইনকাম স্কিম নামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (Punjab National Bank) কোনও আলাদা স্কিম নেই। তবে নিশ্চিত রিটার্নের জন্য আপনারা বিনিয়োগ করতে পারেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) । এই বিনিয়োগ থেকে প্রতি মাসে পেতে পারেন সুদের টাকা। যখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে বেছে নিতে হবে প্রতি মাসে সুদ গ্রহনের বিকল্প। আরোও পড়ুন :  ১,২ বার নয়; প্রেমে পড়েছেন ৬ নায়িকার! তবে,বরাবর ব্যর্থ রণজয়; লিস্ট দেখলে চোখ কপালে উঠবে সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করা যায়। এখান থেকে আপনারা বার্ষিক ৩.৫০ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। সর্বনিম্ন ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। তবে বিনিয়োগের ঊর্ধ্বসীমা নেই কোনও। আপনি যদি প্রতিমাসে ৯৩০০ টাকা সুদ পেতে চান তাহলে আপনাকে দুই থেকে তিন বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে ১৫ লাখ টাকা বিনিয়োগ করতে হবে।   পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank) দুই থেকে তিন বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের বার্ষিক ৭ শতাংশ ও প্রবীণ নাগরিকদের বার্ষিক ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে। যদি এই মেয়াদের স্কিমে একজন সাধারন গ্রাহক ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে (বার্ষিক ৭ শতাংশ সুদের হারে) পেয়ে যাবেন ৮ হাজার ৭০০ টাকা। প্রবীণ নাগরিকরা বার্ষিক ৭.৫% হারে প্রতি মাসে পেয়ে যাবেন ৯৩০০ টাকা।

বাংলা হান্ট 26 Jul 2024 6:09 pm

১,২ বার নয়; প্রেমে পড়েছেন ৬ নায়িকার! তবে,বরাবর ব্যর্থ রণজয়; লিস্ট দেখলে চোখ কপালে উঠবে

বাংলাহান্ট ডেস্ক: রণজয় বিষ্ণুকে (Ranojoy Bishnu) নিয়ে এখন জোর চর্চা চলছে টলিউডে (Tollywood)। সোশ্যাল মিডিয়ায় বেশ বড় রকমের মহিলা ফ্যান ফলোয়িং রয়েছে অভিনেতা (Actor) রণজয়ের (Ranojoy Bishnu)। এমনকি রণজয়ের প্রাক্তনীর সংখ্যাটাও নেহাত কম নয়। গত বছর অভিনেত্রী সোহিনী সরকারের সাথে রণজয়ের চার বছরের সম্পর্কের ইতি ঘটে। এক নজরে দেখে নেওয়া যাক অভিনেতা রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu) প্রাক্তন প্রেমিকাদের তালিকা। অস্মিতা মুখোপাধ্যায়: অনেকেই বলেন টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী অস্মিতা মুখোপাধ্যায়ের সাথে সম্পর্ক ছিল রণজয়ের। ২০০৯ সালে এই সম্পর্ক তৈরি হলেও ২০১০ সালের মধ্যে ব্রেকআপ হয়ে যায় তাদের। বর্তমানে বিবাহিতা অস্মিতা। সায়ন্তনী গুহঠাকুরতা: টলি পাড়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার সাথে সম্পর্ক ছিল রণজয়ের। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তারা। শিবাঙ্গি শর্মা: একটা সময় হিন্দি টেলি জগতের পরিচিত মুখ শিবাঙ্গি শর্মার সাথেও নাকি প্রেমের সম্পর্ক ছিল রণজয়ের। যদিও সেই সম্পর্ক এক বছরও টেকেনি। প্রিয়াঙ্কা মন্ডল: ২০১৫ সালে রণজয়ের জীবনে আসেন প্রিয়াঙ্কা। ছোট পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কার সাথে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত সম্পর্ক ছিল রণজয়ের। যদিও সেই সম্পর্ক ভেঙে যায় একটা সময়। অন্তরা চৌধুরী: মডেল অন্তরা চৌধুরীর সাথে ২০১৯ সালে সম্পর্কে জড়িয়ে ছিলেন রণজয়। যদিও সেই সম্পর্ক কয়েক মাস স্থায়িত্ব পেয়েছিল। সোহিনী সরকার: ২০২০ সাল নাগাদ অয়ন চক্রবর্তী পরিচালিত ‘জাজমেন্ট ডে’-এর শুটিং করতে গিয়ে প্রেম পর্ব শুরু হয় সোহিনী ও রণজয়ের। অনেকেই বলেন বিচুটি পাতা নিয়ে রণজয় প্রেম নিবেদন করেছিলেন সোহিনীকে। এমনকি লকডাউনের সময় লিভ ইন করতেন সোহিনী ও রণজয়। তবে গত বছর ব্রেকআপ হয়ে যায় তাদের। কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে সোহিনীর প্রাক্তন তথা অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। তবে আজকাল গুড্ডি সিরিয়ালের নায়িকা শ্যামৌপ্তির সঙ্গে মাঝে মাঝেই এদিক-ওদিক দেখা যাচ্ছে রণজয়কে। এখনও পর্যন্ত শ্যামৌপ্তির সঙ্গে প্রেম প্রসঙ্গে মুখ খোলেনি কেউই।

বাংলা হান্ট 26 Jul 2024 5:53 pm

চিন্তা শেষ! সরকারি কর্মীদের জন্য বড় পদক্ষেপ, নয়া বিজ্ঞপ্তি করল অর্থ দফতর

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের (State Government Employees) জন্য স্বস্তির খবর। রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল সরকার (West Bengal Government)। বুধবার রাজ্য অর্থ দফতরের মেডিক্যাল সেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকে যুক্ত করছে সরকার। যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের জন্য বড় পদক্ষেপ রাজ্যের (West Bengal Government) স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য স্কিমে যুক্ত হওয়া নতুন হাসপাতালগুলি হল কলকাতা কিডনি ইনস্টিটিউট (কালিকাপুর), তপোবন হাসপাতাল (দুর্গাপুর), টেকনো ইন্ডিয়া ডামা হেলথকেয়ার সেন্টার (ইএম বাইপাস), আরামবাগ ডায়াগ্নস্টিক (আরামবাগ), এএসজি হাসপাতাল (বিটি রোড)। পাশাপাশি এএসজি হাসপাতাল (দেশপ্রাণ শাসমল রোড), হিমালয়ান আই ইনস্টিটিউট (শিলিগুড়ি), জ্যোতির্ময় আরোগ্য ভবন (চণ্ডীতলা, শ্রীরামপুর), মেডিট্রাস্ট ডায়াগ্নস্টিক (কাশিপুর রোড, দমদম) কেও স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। জানিয়ে রাখি এই স্বাস্থ্য স্কিমের মাধ্যমে সরকারি কর্মী ও পেনশনভোগী ২ লক্ষ টাকা পর্যন্ত তাদের এবং তাদের পরিবার ২ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পেতে পারেন। এই প্রকল্পের আওতায় কোনো সরকারি কর্মীর চিকিৎসার খরচ ২ লাখ টাকা পর্যন্ত হলে কর্মীকে হাসপাতালের কোনও বিল মেটাতে হয় না। তবে অবশ্যই সেই হাসপাতালকে এই প্রকল্পের এমপ্যানেলড হাসপাতাল হবে। যদি কোনো সরকারি কর্মীর হাসপাতালের বিল ২ লক্ষ টাকার বেশি হয়, তাহলে সেই বিল সরকারের কাছে জমা করলে পরে রিইম্বার্সমেন্টের মাধ্যমে সেই টাকা ফেরত দেওয়া হয়। তবে বিগত সময়ে বহুবার সরকারি কর্মীদের তরফে অভিযোগ এসেছে যে স্বাস্থ্য প্রকল্পের বিল পেশের পরেও টাকা পেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানেও এবার পদক্ষেপ করেছে সরকার (West Bengal Government)। আরও পড়ুন:  পরপর ছুটি! অগাস্ট মাসে কবে কবে বন্ধ থাকছে স্কুল-কলেজ, অফিস-কাছারি? দেখুন তালিকা সূত্রের খবর এবার থেকে স্বাস্থ্য প্রকল্প পরিচালনার দায়িত্বে রাখা হবে একজন চিকিৎসকে। মেডিক্যাল সেলে এবার থেকে চিকিৎসককে রাখা হবে। যার ফলে স্বাস্থ্য প্রকল্পের বিল পেশের পরেও টাকা পেতে যে সময় লাগছিল তা এবার লাঘব হবে বলেই মনে করা হচ্ছে।

বাংলা হান্ট 26 Jul 2024 5:19 pm

শিরোনামে শিক্ষকদের ‘শ্রেণি’ বিভাজন! হাইকোর্টে মামলা হতেই বিরাট নির্দেশ জাস্টিস সিনহার

বাংলা হান্ট ডেস্কঃ এবার শিরোনামে প্রাথমিক শিক্ষকদের ‘শ্রেণি’ বিভাজন। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্যের একদল শিক্ষক-শিক্ষিকা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) এজলাসে এই মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই বড় নির্দেশ দিলেন তিনি। প্রাথমিক শিক্ষকদের ‘শ্রেণি’ বিভাজন নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা গতকাল এই মামলার শুনানিতে নদিয়ার প্রাথমিক স্কুল সংসদের বক্তব্য জানতে চাওয়া হয়। এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, তাঁর মক্কেলরা নদিয়া জেলার। সেই কারণে আদালতের তরফ থেকে ওই জেলার স্কুল সংসদের রিপোর্ট চাওয়া হয়েছে। যদিও শুধুমাত্র ওই একটি জেলাই নয়, ওই বিষয়ে আরও একাধিক জেলার শিক্ষক-শিক্ষিকারা (Primary Teachers) মামলা করেছেন। আইনজীবী ফিরদৌস এই প্রসঙ্গে বলেন, ২০১৩ সালে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, ২ বছরের প্রাথমিক শিক্ষণের ডিগ্রিধারীদের ‘এ’ শ্রেণির শিক্ষক হিসেবে মানা হবে। তাঁরা ‘এ’ শ্রেণির বেতন পাবেন। আর যদিও ২ বছরের প্রশিক্ষণ না থাকে, তাহলে সেই শিক্ষক-শিক্ষিকারা ‘এ’ ক্যাটেগরির বেতন পাবেন না। আরও পড়ুনঃ  শহরের রাস্তায় ট্রাম ফেরাতে হবে ট্রাম! এবার সুর তুলল এই সংগঠন, তুমুল শোরগোল রাজ্যে! এদিকে মামলাকারীদের নিয়োগ হয়েছে ২০০৬ সালে। তৎকালীন নিয়ম অনুসারে তাঁরা পিটিটিআইয়ের ১ বছরের কোর্স করেছেন। তবে ২০১৩ সালে রাজ্য সরকারের নিয়মে বলা হয়, ২ বছরের প্রাথমিক শিক্ষণের ডিগ্রিধারীদের ‘এ’ শ্রেণির শিক্ষক হিসেবে মানা হবে। সেক্ষেত্রে আগে নিযুক্তদের শিক্ষক-শিক্ষিকাদের সেই তালিকায় আনা যায় না। তাই এই নিয়মের সাংবিধানিক বৈধতা নেই বলে দাবি করা হয়। আদালতের খবর, এমন বহু শিক্ষক প্রাপ্য মাইনের থেকে বেশি টাকা পেয়েছেন বলে রাজ্যের তরফ থেকে তা ফেরত চায়া হয়েছিল। তবে ফিরদৌস জানান, আদালতের তরফ থেকে তখন জানানো হয়েছিল এই টাকা ফেরত করার দরকার নেই। এবার প্রাথমিক শিক্ষকদের ‘শ্রেণি’ বিভাজনের এই মামলাতেই নদিয়ার জেলা সংসদের রিপোর্ট চাইল হাইকোর্ট (Calcutta High Court)।

বাংলা হান্ট 26 Jul 2024 5:14 pm

সজোরে লাথি ছেলের! শাহরুখ মেজাজ হারাতেই তেড়ে আসেন আরিয়ান! তোলপাড় বলিউড

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক মা-বাবাই নিজের সন্তানকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। শাহরুখ খানও (Shah Rukh Khan) ব্যতিক্রম নন। আরিয়ান, সুহানা এবং আব্রামকে ঘিরে আবর্তিত হয় তাঁর গোটা জীবন। শোনা যায়, বড় ছেলের সঙ্গে তাঁর সম্পর্কটা একেবারেই বন্ধুর মতো। তবে একবার সেই আরিয়ানই তেড়ে এসেছিলেন বাবার দিকে! ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল ‘বাদশা’র পরিবারে। আরিয়ানের ব্যবহারে রেগে আগুন শাহরুখ (Shah Rukh Khan)! বেশ কয়েকবার গর্ভেই সন্তান নষ্ট হওয়ার পর শাহরুখ-গৌরীর জীবনে আসেন আরিয়ান (Aryan Khan)। সেই জন্য ছোট থেকেই ছেলেকে ভীষণ আগলে রাখেন তারকা দম্পতি। কিন্তু তাই বলে ছেলে কোনও ভুল করলে তাঁকে শাসন করেন না, এমনটা কিন্তু নয়। একবার যেমন ছেলের এক ব্যবহার বেজায় চটেছিলেন ‘কিং খান’। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সেকথা। শাহরুখ জানান, একবার এক মেয়েকে সপাটে লাথি মারেন আরিয়ান। ছেলের এই কাণ্ড কিছুতেই মেনে নিতে পারেননি অভিনেতা। শাসন করতে গেলে উল্টে নাকি তাঁর দিকেই তেড়ে আসেন ছেলে। সব দোষ চাপিয়ে দেন বাবার ওপর। আরও পড়ুনঃ  কার্গিল যুদ্ধে লড়েছিলেন এই বলিউড অভিনেতা! কে জানেন? নাম দেখলে বিশ্বাস হবে না! আসলে ওই মেয়েটি নাকি শাহরুখকে (Shah Rukh Khan) কটাক্ষ করতে গিয়ে আরিয়ানকে বেশ কিছু বাজে কথা বলেছিলেন। মেয়েটি প্রথমে অভিনেতাকে অকথ্য ভাষায় আক্রমণ করেন। তখন কিছু বলেননি আরিয়ান। এরপর সে বলে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে খুব বাজে দেখতে লাগে অভিনেতাকে। তাতেও মেজাজ হারাননি ছেলে। এরপর শাহরুখকে মোটা বলে বসেন সেই মেয়েটি। তখন মেজাজ হারান আরিয়ান। সপাটে লাথি মারেন তাঁকে। এদিকে ছেলের এই কীর্তির কথা জানতে পেরে বেজায় রেগে যান শাহরুখ। কিন্তু আরিয়ানকে শাসন করতে এলে সে পাল্টা বলে, ‘ওর নয়, সব দোষ তোমার। কারণ তুমি মোটা’। ছেলের মুখ এমন কথা শুনে বেজায় অবাক হয়েছিলেন ‘বাদশা’।

বাংলা হান্ট 26 Jul 2024 5:03 pm

শহরের রাস্তায় ট্রাম ফেরাতে হবে ট্রাম! এবার সুর তুলল এই সংগঠন, তুমুল শোরগোল রাজ্যে!

বাংলা হান্ট ডেস্কঃ শীঘ্রই শহর কলকাতা থেকে ‘নিশ্চিহ্ন’ হয়ে যাবে ট্রাম। গত কয়েক বছরে মহানগরীতে ধীরে ধীরে ট্রামের সংখ্যা হ্রাস পাচ্ছিল। কমতে কমতে মাত্র তিনটি রুটে এসে ঠেকেছিল। তবে এবার সেটাও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের (Government of West Bengal)! বৃহস্পতিবার শহর কলকাতার রাস্তায় ট্রাম (Kolkata Tram) ফেরানোর দাবিতে সরব হয়েছেন উক্ত সংগঠনের সদস্যেরা। শুধু তাই নয়, ট্রামের পুনরুজ্জীবন নিয়ে উচ্চ আদালতে মামলা চলার মধ্যেই বহু মন্ত্রীর বক্তব্যে শহর থেকে ট্রাম তুলে দেওয়ার বিষয়ে উঠে আসায় তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এদিন কলকাতা প্রেস ক্লাসে ট্রাম (Tram) ফেরানোর দাবিতে ট্রাম, সাইকেল এবং পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য ও বিশিষ্ট কয়েকজন মানুষ সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সংগঠনের তরফ থেকে জানানো হয়, একটি নাগরিক সংগঠনের তরফ থেকে বছর দেড়েক আগে শহরে ফের ট্রাম ফেরানোর দাবিতে উচ্চ আদালতে মামলা করা হয়েছিল। আরও পড়ুনঃ  রাজভবনে আটকে একাধিক বিল! রাজ্যপালকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট! তোলপাড় বাংলা!   সেই মামলায় ট্রামের পুনরুজ্জীবনের পথ খোঁজার জন্য একটি কমিটি তৈরির নির্দেশ দেয় আদালত। এই মর্মে পুলিশ প্রশাসন এবং পুরসভার তরফ থেকে ওই কমিটির সঙ্গে সমন্বয় রক্ষার কথা বলা হয়। তবে ট্রাম সংগঠনের অভিযোগ, উক্ত কমিটির বৈঠক ডাকা বন্ধ ছাড়াও রাজ্য সরকার (Government of West Bengal) সুপারিশ মানতে অস্বীকার করেছে। অভিযোগ, শহরের বুক থেকে একতরফাভাবে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বায়ু দূষণের ফলে প্রত্যেক বছর কলকাতায় প্রায় ৪৫০০ মানুষ মারা যান, এই পরিসংখ্যান তুলে ধরেন মহাদেব শী। কিন্তু তা সত্ত্বেও সরকারের তরফ থেকে ট্রাম পুনরুজ্জীবনের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। সরকারের এই মনোভাবকে সংগঠনের তরফ থেকে ‘দুর্ভাগ্যজনক’ বলা হয়েছে।

বাংলা হান্ট 26 Jul 2024 4:38 pm

রেডি আছে জমি, হাতে আছে টাকাও! এবার কী তবে দ্বিতীয় বিমানবন্দর পাচ্ছে কলকাতাবাসী?

বাংলাহান্ট ডেস্ক : নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর পাশাপাশি আরও একটি নতুন এয়ারপোর্ট (Airport) শুরু করার ব্যাপারে আলোচনা চলছে। সেই এয়ারপোর্ট (Airport) নির্মাণে এগিয়ে এসেছে রাজ্য সরকারও ( State Government)। তবে দীর্ঘ বছর ধরে আলোচনা চললেও কাজ এগোয়নি কিছুই। কলকাতায় (Kolkata) দ্বিতীয় বিমানবন্দর (Airport) নিয়ে চর্চা শুরু তাই এখনো অনেকের মনে প্রশ্ন কলকাতায় (Kolkata) কবে হবে দ্বিতীয় বিমানবন্দর (Airport)? তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় এই প্রশ্নই তুললেন। বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার জমির সন্ধান শুরু করে ২০২২ সালে। বিষয়টি জানানো হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকেও। দমদম বিমানবন্দরের চাপ কমানোর জন্যই প্রস্তাব দেওয়া হয় দ্বিতীয় বিমানবন্দর তৈরির। আরোও পড়ুন :  সরকারি সংস্থা BSNL’কে কিনে নিয়েছে Tata! দেশজুড়ে চর্চা তুঙ্গে, আসল সত্যিটা কী জানেন? বরাদ্দ করা হয় অর্থ। বৃহস্পতিবার সংসদে (Members of Parliament) সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay) বলেন, “বাংলা সব ক্ষেত্রে বঞ্চিত। কলকাতায় কেন কোনও দ্বিতীয় বিমানবন্দর তৈরি করা হচ্ছে না? টাকা বরাদ্দ হয়েছে । জমি দিয়েছে রাজ্য সরকার। কেন সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না। বাংলার মানুষ যদি চায়, জমি যদি পাওয়া যায়, তাহলে কেন বিমানবন্দর হবে না?” অন্যদিকে, দুটি বিমানবন্দরের মধ্যে যে দূরত্ব নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেই বিষয়টিও উল্লেখ করেন তৃণমূল সাংসদ। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু জবাবে জানান, কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর নির্মাণ করা হবে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী বলেন, “অধিবেশন শেষ হলে আমরা একটা স্পেশাল মিটিং করতে পারি এই বিষয়ে।”

বাংলা হান্ট 26 Jul 2024 4:16 pm

উত্তরাখণ্ডে লাগাতার বৃষ্টির জেরে ধস, সেতু ভেঙে পড়ায় আটকে কমপক্ষে ৫০ পুণ্যার্থী

লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড। মদমহেশ্বর মন্দিরের কাছে ধস। আটকে পড়েছেন প্রায় ৫০ জন পুণ্যার্থী। একটানা বৃষ্টির জেরে ট্রেকিং রুটে ধস নেমেছে। ফলে বিঘ্নিত হয়েছে মন্দিরযাত্রা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ মন্দিরের রাস্তা। মারকণ্ডা নদীর উপর কাঠের অস্থায়ী সেতু ভেঙে পড়েছে একটানা বৃষ্টির জেরে। প্রতি বছর বহু পুণ্য়ার্থী এই মন্দিরে পৌঁছন ট্রেক করে।

এ ই সময় 26 Jul 2024 4:05 pm

পরপর ছুটি! অগাস্ট মাসে কবে কবে বন্ধ থাকছে স্কুল-কলেজ, অফিস-কাছারি? দেখুন তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ জুলাই মাস শেষের দোরগোড়ায়। চলতি মাসে খুব একটা বেশি ছুটি (Government Holiday) মেলেনি। ওদিকে আবার রবিবারে হলিডে পড়ায় ছুটি কমও মিলেছে। তবে এই নিয়ে মন খারাপ করার কিছু নেই। কারণ এই অগাস্ট মাসে স্কুল, কলেজ বা ব্যাঙ্ক তো ছুটি থাকছেই, পাশাপাশি পর পর ছুটি পাবে পড়ুয়া ও সরকারি কর্মীরাও। অগাস্ট মাসে পরপর ছুটি (Government Holiday) বাঙালির বারো মাসে তেরো পার্বন লেগেই আছে। চলতি বছরের শুরু থেকেই একাধিক ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে জুলাই মাসে টানা ছুটির স্কোপ একেবারেই মেলেনি। তবে আগস্ট মাসে প্রায় ৭ দিন সরকারি কর্মীরা ছুটি পাবেন। স্কুল পড়ুয়ারা আরও বেশিদিনের ছুটি পাবেন৷ ১৫ অগাস্ট বৃহস্পতিবার- স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ জুড়ে ছুটি থাকবে। ১৯ অগাস্ট সোমবার রাখি পূর্ণিমার জন্য সরকারি অফিস, আদালত, স্কুল কলেজ ছুটি থাকবে। তার আগে শনি, রবি এমনিতেই ছুটি, আর রাখির হলিডে যোগ করে নিলে পরপর টানা তিনদিন ছুটির সুযোগ। আরও পড়ুন:  রাজভবনে আটকে একাধিক বিল! রাজ্যপালকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট! তোলপাড় বাংলা! এরপর ২৬ অগাস্ট জন্মাষ্টমী উপলক্ষেও ছুটি মিলবে। সেদিনও সোমবার। ফলে ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা (Government Employee’s)। অর্থ্যাৎ তখনও টানা শনি-রবি-সোম ছুটি কাটানোর সুযোগ থাকছে। এছাড়া সপ্তাহের অন্য শনিবার, রবিবার গুলিতেও ছুটি মিলছে। অর্থাৎ সবমিলিয়ে দেখা যাচ্ছে আগস্ট মাসে দু’দফায় টানা তিন দিন করে ছুটির (Government Holiday) সুযোগ রয়েছে। তাই অনায়াসেই বানিয়ে নেওয়া যাবে হলিডে প্ল্যান।

বাংলা হান্ট 26 Jul 2024 3:10 pm

কার্গিল যুদ্ধে লড়েছিলেন এই বলিউড অভিনেতা! কে জানেন? নাম দেখলে বিশ্বাস হবে না!

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর ২৬ জুলাই ‘কার্গিল বিজয় দিবস’ হিসেবে পালন করা হয়। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার অনবদ্য লড়াইকে কুর্নিশ জানানো হয় এদিন। তবে আপনি কি জানেন, বলিউডের এক অভিনেতাও (Bollywood Actor) এই যুদ্ধে দেশের জন্য লড়াই করেছিলেন? সেই তারকা ‘কুইক রিয়্যাকশন টিমে’র অংশ ছিলেন। যুদ্ধ চলাকালীন প্রায় ২ সপ্তাহ জওয়ানদের সঙ্গে কাটিয়েছিলেন তিনি। কার্গিল যুদ্ধে লড়েছিলেন কোন বলিউড তারকা (Bollywood Actor)? এখানে যে নায়কের কথা হচ্ছে তিনি ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রহার’ ছবিতে মেজর প্রতাপ চৌহানের চরিত্রে অভিনয় করেছিলেন। আশা করি এবার বুঝতে পেরেছেন এখানে কোন অভিনেতার কথা বলা হচ্ছে? ১৯৯৯ কার্গিল যুদ্ধে (Kargir War) ভারতীয় সেনার সঙ্গে লড়াই করা সেই নায়কের নাম হল নানা পাটেকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেন অভিনেতা। বলিউড তারকার কথায়, ‘আমি কুইক রিয়্যাকশন টিমের সদস্য ছিলাম। এটি এলিট ফোর্সগুলির মধ্যে অন্যতম। দেশের জন্য এটুকু তো করাই যায়’। যদিও এই প্রথম নয়, এর আগেও জওয়ানদের প্রতি শ্রদ্ধা জাহির করতে দেখা গিয়েছে নানাকে (Nana Patekar)। সিনেমার নায়ক নয়, দেশের জওয়ানদের আসল হিরো তকমাও দিয়েছেন তিনি। আরও পড়ুনঃ  বিয়ের ফটোগ্রাফার থেকে সিরিয়ালের হিরো! ‘তোমাদের রানী’র দুর্জয়ের সংগ্রাম শুনলে কুর্নিশ জানাবেন! ২০১৬ সালে যখন পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করা থেকে ‘ব্যান’ করা হয়েছিল, তখনও এই নিয়ে নিজের বক্তব্য রেখেছিলেন ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ অভিনেতা (Bollywood Actor)। বলেছলেন, ‘সবার প্রথমে দেশ। আমি দেশের চেয়ে বড় কাউকে চিনি না আর চিনতেও চাই না। দেশের সামনে একজন শিল্পী খুবই নগন্য’। নানা আরও বলেন, ‘আমি প্রায় আড়াই বছর সেনাবাহিনীতে ছিলাম। তাই আমি জানি আমাদের আসল হিরো কে। জওয়ানদের থেকে বড় নায়ক আর কেউ হতে পারবে না। আমাদের জওয়ানরাই আসল হিরো’।

বাংলা হান্ট 26 Jul 2024 2:30 pm

লোকসভায় রূদ্ররূপ ধারণ স্পিকারের! ‘হাত বের করুন…’, এবার মন্ত্রীকেই ধমক ওমের!

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে শাসকদল এবং বিরোধীদের মধ্যে সংসদে তর্ক বিতর্ক চলছে। আরোপ, পাল্টা আরোপের ধারা অব্যাহত। এর মাঝেই হঠাৎ রেগে গেলেন স্পিকার ওম বিড়লা (Om Birla)। সবার সামনেই কেন্দ্রীয় মন্ত্রীকে ধমক দিলেন তিনি। কাকে ধমক দিলেন স্পিকার (Om Birla)? এদিন লোকসভায় (Lok Sabha) প্রশ্নকালের সম বেঙ্গালুরু গ্রামীণের বিজেপি সাংসদ ডাঃ সী এন মঞ্জুনাথ কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। সেই সময় একজন মন্ত্রীর হাবভাবের দিকে নজর যায় স্পিকারের। সঙ্গে সঙ্গে উনি বলে ওঠেন, ‘মন্ত্রীজি পকেট থেকে হাত বের করুন’। কোন মন্ত্রীকে উনি একথা বলেছেন সেটা দেখা না গেলেও এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রীকে (Union Minister) পকেট থেকে হাত বের করতে বলার পর ওম বিড়লা বলেন, আমি মাননীয় সদস্যদের কাছে অনুরোধ করব, পকেটে হাত দিয়ে আসবেন না। আরও একটা বিষয় বলব, যখন কোনও সদস্য বক্তব্য রাখবেন, তখন কেউ তাঁকে পেরিয়ে সামনে আসবেন না। পিছনে গিয়ে বসে পড়বেন। আরও পড়ুনঃ  গভীর রাতে জোর ঝটকা! আচমকা রাজ্য সভাপতি পাল্টে দিল বিজেপি! কে পেলেন দায়িত্ব? কথা বলতে বলতে ফের একবার মেজাজ হারাতে দেখা যায় স্পিকারকে। চিৎকার করে জিজ্ঞেস করেন, মাঝখানে কেন কথা বলছেন মন্ত্রীজি? আপনি কী জিজ্ঞেস করতে চান বলুন। আপনি কি পকেটে হাত রাখার অনুমতি দেবেন? এখানেই শেষ নয়, কত বড় প্রশ্ন জিজ্ঞেস করা যায় তা নিয়েও এদিন বলেন ওম বিড়লা (Om Birla)। আসলে বেঙ্গালুরু গ্রামীণের বিজেপি সাংসদ মঞ্জুনাথের প্রশ্ন একটু বড় হয়ে গিয়েছিল। সেই প্রসঙ্গে স্পিকার বলেন, আপনি অনেক বড় ডক্টর। তবে আপনি নতুন এবং অনেক বরিষ্ঠ একজন সদস্য। কিন্তু প্রশ্নকালে সংক্ষিপ্ত প্রশ্ন জিজ্ঞেস করতে হয়। যেকথা শুনে মাথা নেড়ে সম্মতি জানান মঞ্জুনাথ।

বাংলা হান্ট 26 Jul 2024 2:27 pm

মাঝ পথেই বন্ধ হয়ে যাবে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত? CBI-কে চিঠি পর্ষদের

বাংলা হান্ট ডেস্কঃ খরচ বহন করতে পারব না। সিবিআই-কে (CBI) চিঠি দিয়ে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। এর আগের প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ওএমআর শিট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তার পরিপ্রেক্ষিতেই এই চিঠি পর্ষদের। মাঝ পথেই বন্ধ হয়ে যাবে দুর্নীতির তদন্ত? (Recruitment Scam) প্রসঙ্গত প্রাথমিকে নিয়োগের মামলায় (Primary Recruitment Scam) ওএমআর শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ ছিল, ২০১৪ সালের প্রাথমিকের নষ্ট করা OMR এর ডিজিট্যাল কপিগুলোকে যে কোনও মূল্যে উদ্ধার করতে হবে। বিচারপতি বলেছিলেন, এই বিষয়ে প্রয়োজন হলে দেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির কোনো সংস্থা, উইপ্রো কিংবা টিসিএস-এর মতো সংস্থারও সাহায্য নিতে পারে সিবিআই। বিশেষ প্রয়োজনে সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে বিশ্বের যে কোনও সংস্থাকে নিয়োগ করা হোক। তিনি আরও বলেছিলে এই মামলায় ওএমআর এর তথ্য খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তা উদ্ধার করতে যে খরচ হবে, তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতেই সম্প্রতি নিজাম প্যালেসে পর্ষদের তরফ থেকে একটি চিঠি পাঠিয়ে বলা হয়েছে, তারা এই খরচ দিতে পারবে না। এই বিষয়টি হাইকোর্টকেও জানাতে চলেছে পর্ষদ। কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দশের পরই ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি ও পর্ষদের অফিস থেকে প্রচুর সার্ভার ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। আরও পড়ুন:  দমদমে ৩২৯, কামারহাটিতে ৩০৩! কোন পুরসভায় কত বেআইনি নিয়োগ? সব তালিকা দিল CBI পাশাপাশি পর্ষদে তল্লাশি চালিয়ে মিলেছিল ৬টি হার্ড ডিস্ক যাতে ডিজিটালাইজড্ মেধা তালিকা থেকে নিয়োগ তালিকা ছিল। অবিলম্বে সেগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্যও পাঠানোর কথা ছিল। কিন্তু এরই মাঝে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) বেঁকে বসল পর্ষদ।

বাংলা হান্ট 26 Jul 2024 2:18 pm

সরকারি সংস্থা BSNL’কে কিনে নিয়েছে Tata! দেশজুড়ে চর্চা তুঙ্গে, আসল সত্যিটা কী জানেন?

বাংলাহান্ট ডেস্ক : জিও, এয়ারটেল, ভি-এর মতো বেসরকারি টেলিকম অপারেটরগুলি গত ৩ তারিখ থেকে মাশুল বৃদ্ধি করেছে সমস্ত রিচার্জের। তারপর থেকে অনেক টেলিকম গ্রাহক সরকারি টেলিকম সংস্থা BSNL-এ (Bharat Sanchar Nigam Limited) পোর্ট করিয়ে নিতে চাইছেন নিজেদের নম্বর। তার বড় কারণ BSNL এখনো পর্যন্ত রিচার্জের দাম বৃদ্ধি করার পথে হাঁটেনি। বিএসএনএলকে (Bharat Sanchar Nigam Limited) কি কিনে নিয়েছে টাটা? এই আবহে বাজারে গুজব ছড়িয়েছে যে টাটা নাকি কিনে নিয়েছে বিএসএনএলকে (Bharat Sanchar Nigam Limited)! চায়ের দোকানের আড্ডা থেকে অফিসের ক্যান্টিন, সব জায়গায় কান পাতলেই শোনা যাচ্ছে বিভিন্ন গুজব। কেউ বলেছেন, “সরকারি টেলিকম কোম্পানি BSNL-কে TATA কিনে নিয়েছে!” আবার কারোর দাবি  “BSNL এখন আর সরকারি কোম্পানি নেই এটিও প্রাইভেট কোম্পানি হয়ে গেছে!”  আরোও পড়ুন :  এবার ডবল মজা দার্জিলিংয়ে! প্রকাশ্যে এল নয়া আপডেট! কারণ জানলে দিলখুশ হবে পাহাড়প্রেমীদের তবে আপনাদের জানিয়ে রাখি এই কথা সম্পূর্ণ ভিক্তিহীন। BSNL এখনো পরিচিত রয়েছে দেশের সরকারি সঞ্চার কোম্পানি হিসেবে। তবে টাটা ও BSNL নিজেদের মধ্যে চুক্তি সাক্ষরিত করেছে এই কথা একদমই সত্য। গ্রাহকদের উন্নত ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যে BSNL (Bharat Sanchar Nigam Limited) এই চুক্তি করেছে টাটার সাথে। TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস ১৫০০০ কোটি টাকার চুক্তি করেছে BSNL এর সাথে। এই চুক্তির মূল উদ্দেশ্যই হল 4G ও 5G পরিষেবা শুরু করা। এই চুক্তির পাশাপশি টিসিএস ভারতে ডেটা সেন্টার তৈরি করতে চলেছে। ভারতে চারটি রিজনে এই ডেটা সেন্টার তৈরি করবে টাটা। এই ডেটা সেন্টারের ফলে উন্নত হবে 4G পরিষেবা। ১০০০ গ্রামে 4G পরিষেবা শুরু করতে BSNL-কে সহায়তা করবে টাটা।

বাংলা হান্ট 26 Jul 2024 2:15 pm

দমদমে ৩২৯, কামারহাটিতে ৩০৩! কোন পুরসভায় কত বেআইনি নিয়োগ? সব তালিকা দিল CBI

বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ থেকে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই। আর সেই তদন্ত চলাকালীনই কেঁচো খুঁড়তে বেরিয়েছে আসে কেউটে। প্রোমোটার অয়ন শীলের সূত্র ধরে সামনে উঠে আসে পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam)। এর আগে এই মামলায় একাধিক হেভিওয়েটের বাড়িতে হানা দিয়েছে ইডি-সিবিআই। ‘দুর্নীতিগ্রস্ত’ একাধিক পুরসভার তালিকাও দিয়েছিল সিবিআই। সেই মামলাতেই এবার সিবিআই (CBI) স্ক্যানারে রাজ্যের বিভিন্ন পুরসভার ১ হাজার ৮৫০ জনের চাকরি। পুর নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) তোলপাড় করা তালিকা চার্জশিট দিয়ে সিবিআই জানিয়েছে, ২০১৪ সালের পর ১৭টি পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে। যেখানে অর্ধেকের বেশি চাকরিই বেআইনি ভাবে করিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বেআইনি ভাবে সবথেকে বেশি চাকরি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। দাবি CBI-র। সিবিআই সূত্রে খবর, বেআইনি ভাবে চাকরি হয়েছে এমন ৩২৯ জনের নাম এখন তাদের স্ক্যানারে। পিছিয়ে নেই কামারহাটিও। তদন্তকারী এজেন্সির আতস কাঁচের নিচে কামারহাটিতে ৩০৩ জন, বরানগরে ২৭৬ জন, টিটাগড়ে ২২১ জনের নিয়োগও। সেই নামের সূত্র ধরেই দুর্নীতির পর্দাফাঁস করার জন্য চলছে তদন্ত। এই চার পুরসভা ছাড়াও অবৈধ নিয়োগের তালিকায় রয়েছে কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর, দমদম, কৃষ্ণনগর, রানাঘাট, নবদ্বীপ, বীরনগর। সিবিআই সূত্রে দাবি এই সমস্ত বেআইনি নিয়োগই হয়েছিল নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে। আরও পড়ুন:  নিম্নচাপের খেলা শুরু! দুপুরেই ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়: আবহাওয়ার খবর সম্প্রতি পুরনিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চার্জশিট জমা করে মারাত্মক দাবি করে সিবিআই। তদন্তকারীদের দাবি ছিল কোভিভকালে অতিমারির সময় এক নোটিসেই রাতারাতি ২৯ জনের নিয়োগ হয় দক্ষিণ দমদম পৌরসভায়। এই নিয়োগ সঠিকভাবে হয়নি বলেই আদালতে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি। CBI- র পেশ করা চার্জশিটে নাম ছিল দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়ের। পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতিতে ধৃত ‘মিডলম্যান’ অয়ন শীলের নামও ছিল চার্জশিটে।

বাংলা হান্ট 26 Jul 2024 2:13 pm

বিয়ের ফটোগ্রাফার থেকে সিরিয়ালের হিরো! ‘তোমাদের রানী’র দুর্জয়ের সংগ্রাম শুনলে কুর্নিশ জানাবেন!

বাংলা হান্ট ডেস্কঃ ১০ মাসের মাথায় শেষ হতে চলেছে ‘তোমাদের রানী’র (Tomader Rani) সফর। ৫ আগস্ট থেকে সন্ধ্যা ৬টার স্লটে শুরু হচ্ছে ‘তেঁতুলপাতা’। যে কারণে কোপ পড়েছে দুর্জয়-রানীর মেগার ওপর। এই খবর প্রকাশ্যে আসতেই মন খারাপ হয়ে গিয়েছে বহু দর্শকের। ‘দুর্জানী’ জুটিকে আর পর্দায় দেখা যাবে না ভেবেই উদাস হয়ে পড়েছেন অনেকে। ‘তোমাদের রানী’র (Tomader Rani) দুর্জয়ের সংগ্রামের অজানা কাহিনী! স্টার জলসার (Star Jalsha) এই মেগায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিকা মালাকার এবং অর্কপ্রভ রায়। আনকোরা এই জুটির কেমিস্ট্রি শুরু থেকেই বেশ পছন্দ দর্শকদের। রগচটা দুর্জয় রূপেই যেমন বহু মেয়ের মন জয় করে নিয়েছেন অর্কপ্রভ। পর্দায় এমন চরিত্রে অভিনয় করলেন বাস্তব জীবনে অবশ্য বেশ প্রাণখোলা স্বভাবের তিনি। ‘তোমাদের রানী’ শুরু হওয়ার পর এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় পর্দার দুর্জয় বলেন, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করার পর কেরিয়ারের শুরুর দিকে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন তিনি। ২০০৯ সালে প্রথমবার সিরিয়ালে কাজ করার সুযোগ পান তিনি। এরপর মুম্বইয়ে পাড়ি দেন অর্কপ্রভ (Arkaprovo Roy)। আরও পড়ুনঃ  বিয়ের ১২ বছর পর ডিভোর্স! কেন বিচ্ছেদের পথে ঋষি-দেবযানী? ‘আসল কারণ’ ফাঁস করলেন অভিনেতা! মায়ানগরীতে গিয়ে সহকারী পরিচালক হিসেবে প্রায় সাড়ে চার বছর কাজ করেন এই টেলি অভিনেতা। ‘আশ্রম ৩’, ‘পিচার্স ২’র মতো ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। শুধু তাই নয়, একটা সময় বিয়েতে ফটোগ্রাফার হিসেবেও কাজ করেছেন ‘তোমাদের রানী’ নায়ক। অর্কপ্রভ যদিও এই বিষয়টিকে সংগ্রাম হিসেবে দেখতে নারাজ। তিনি বিষয়টিকে ‘সফর’ বলে মনে করেন। অভিনেতা জানান, তাঁর কেরিয়ারের এই ওঠাপড়ায় সবসময় পাশে থেকেছে তাঁর পরিবার। অর্কপ্রভর বাবা পারকাসন ও তবলা বাজান এবং তাঁর মা শ্রুতিনাটক করতেন। ‘তোমাদের রানী’তে (Tomader Rani) অভিনয় করে বাংলা জোড়া খ্যাতি পেলেও পর্দার দুর্জয় জানান, তাঁর আরও বেশ কিছু স্বপ্ন রয়েছে। আগামী দিনে সুযোগ পেলে পরিচালনা এবং প্রযোজনার কাজ করার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

বাংলা হান্ট 26 Jul 2024 1:20 pm

এবার ডবল মজা দার্জিলিংয়ে! প্রকাশ্যে এল নয়া আপডেট! কারণ জানলে দিলখুশ হবে পাহাড়প্রেমীদের

বাংলাহান্ট ডেস্ক : আগামী দিনে যারা পাহাড়ে ঘুরতে যাবেন তাদের জন্য বড় সুখবর উঠে আসছে। পুজোয় দার্জিলিঙে (Darjeeling) যাওয়া পর্যটকদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে স্কাইওয়াক (Skywalk)। পাহাড়ে স্কাইওয়াক দেখতে এতদিন পর্যন্ত পর্যটকদের যেতে হত সিকিমের পেলিংয়ে (Pelling)। তবে এখন থেকে আর সেখানে যাওয়ার দরকার নেই। আমাদের সবার প্রিয় শৈল শহর দার্জিলিঙে (Darjeeling) শুরু হচ্ছে স্কাইওয়াক। দার্জিলিঙে (Darjeeling) স্কাইওয়াকের পরিকল্পনা কাঁচ দিয়ে তৈরি নতুন এই ঝুলন্ত সেতু তৈরি হচ্ছে দার্জিলিং (Darjeeling) শহর থেকে চার কিলোমিটার দূরে। সূত্রের খবর, এই ঝুলন্ত সেতু তৈরির কাঁচ নিয়ে আসা হয়েছে মুম্বাই থেকে। দার্জিলিং (Darjeeling) যাওয়ার পথে যে ছোট রঙ্গিত নদী পড়ে তার উপরেই তৈরি হচ্ছে এই স্কাইওয়াক। ব্রিটিশ আমলে তৈরি এই সেতুটিকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে কাঠ ও কাঁচের সংমিশ্রণে। ১৬০ ফুট এই স্কাইওয়াক পাহাড়ের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অনেকে। আরোও পড়ুন :  কনফার্ম খবর! কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে DIC, কর্মী নিয়োগ হবে এই পদে ; দেখুন আবেদন পদ্ধতি সিকিমের পেলিংয়ে এতদিন পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের একমাত্র স্কাইওয়াক ছিল। সিকিমের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এই স্কাইওয়াক। এই স্কাইওয়াক তৈরি হয়েছে পাহাড় থেকে কয়েক হাজার কিলোমিটার উঁচুতে। কাঁচের তৈরি এই স্কাইওয়াক দিয়ে পাহাড়ি খাদের উপর দিয়ে হেঁটে চলা পর্যটকদের কাছে বেশ রোমাঞ্চের কারণ। হামরো পার্টি দলের সুপ্রিমও অজয় এডওয়ার্ড পাহাড়ে পর্যটকদের আকর্ষণ করতে সিদ্ধান্ত নেন বালুবাস এলাকার একটি ঝুলন্ত সেতুকে নতুন রূপ দেওয়ার। তিনি ব্যক্তিগত খরচে এই উদ্যোগটি নিয়েছেন। নিজে দাঁড়িয়ে থেকে খতিয়ে দেখছেন কাজ। অজয় এডওয়ার্ড জানান, ” সেতু না থাকায় এলাকার বাসিন্দাদের ভোগান্তি চরমে উঠেছিল। তাই এই সেতু তৈরি করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সেতু তৈরি হলে এলাকাবাসীর উপকার নয়, এই কাচের সেতু তৈরি হয়ে গেলে পর্যটকের ঢল নামবে বালুবাসে। স্বাভাবিকভাবেই এলাকার আর্থিক উন্নতিও হবে।” তাঁর কথায়, “সেতু তৈরির কাজ শেষ হলে সেখানে রক ক্লাইম্বিং, ওয়াটার কিংডম, জিপ লাইন অ্যান্ড ব্রিজ চালুর পরিকল্পনা রয়েছে।”

বাংলা হান্ট 26 Jul 2024 1:18 pm

নিম্নচাপের খেলা শুরু! দুপুরেই ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরে কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal Weather) কম বেশি বৃষ্টি হচ্ছে। আজও সেই সিলসিলা জারি থাকবে। পাশাপাশি বৃষ্টি বাড়ার পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণাবর্তটি যেহেতু দক্ষিণ দিকে হেলে রয়েছে এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বদলের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বাড়বে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে। যার জেরে আপাতত বেশ কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা। নতুন সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টি হবে না। তবে কলকাতা সহ প্রায় সমস্ত জেলাতেই Wide Spread বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। ওদিকে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যার জেরে বৃষ্টি হচ্ছে। আরও পড়ুন:  পর্ষদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! এবার হাইকোর্টে মামলা, কী নির্দেশ দিলেন জাস্টিস সিনহা? উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী সাতদিন সবকটি জেলাতেই হালকা বৃষ্টি চলতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।

বাংলা হান্ট 26 Jul 2024 12:56 pm

কনফার্ম খবর! কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে DIC, কর্মী নিয়োগ হবে এই পদে ; দেখুন আবেদন পদ্ধতি

বাংলাহান্ট ডেস্ক : আজকালকার দিনে সরকারি সংস্থায় চাকরি পাওয়ার মোটেই সহজ কাজ নয়। চাহিদার থেকে জোগান বেশি থাকায় প্রত্যেকটি জায়গায় প্রতিযোগিতা অত্যন্ত বেড়ে গেছে। এই অবস্থায় অনেকেই হন্যে হয়ে চাকরির সন্ধানে ঘুরছেন। তবে মাঝেমধ্যে বেশকিছু কেন্দ্রীয় অধীনস্থ সংস্থা কর্মসংস্থানের সুযোগ করে দেয়। কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে DIC (Digital India Corporation) আপনি কি চাকরির (Job) সন্ধানে রয়েছেন? তাহলে কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুবর্ণ সুযোগ করে দিচ্ছে ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের ডিজিট্যাল ইন্ডিয়া কর্পোরেশন (Digital India Corporation)। সংস্থার ওয়েবসাইটে এই মর্মে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আরোও পড়ুন :  Optical Illusion: হাতে মাত্র ৭ সেকেন্ড! বহু বিমানের ভিড়েই আছে ডানাবিহীন প্লেনটি! পেলেন আপনি ? সংস্থার পক্ষ থেকে নিয়োগ (Recruitment) করা হবে ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। এখানে রয়েছে মাত্র একটি শূন্য পদ। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে। পাশাপাশি থাকতে হবে ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজ করার অভিজ্ঞতা। আরোও পড়ুন :  ভারতের ১ টাকার সমান পাকিস্তানের কত জানেন? ভালো করে দেখুন হিসেব, চমকে যাবেন আপনিও কীভাবে অনলাইনে আবেদন করবেন? যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে যেতে হবে ডিজিট্যাল ইন্ডিয়া কর্পোরেশনের (Digital India Corporation) ওয়েবসাইটে। ওয়েবসাইটের হোমপেজ খুললে ক্লিক করতে হবে ‘ক্যারিয়ার’ অপশনে। সেখানে দেখা যাবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি। তারপর সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করতে হবে আবেদন পত্র। আগামী ১৪ ই আগস্ট ২০২৪ পর্যন্ত আবেদন জানানো যাবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন ডিজিট্যাল ইন্ডিয়া কর্পোরেশনের (Digital India Corporation) ওয়েবসাইটে। ৫৮ বছরের মধ্যে বয়স হলে এই পদে আবেদন করা যাবে। যোগ্যতার উপর নির্ভর করে প্রার্থীকে বেতন প্রদান করা হবে। আরো বিস্তারিত তথ্যের জন্য দেখুন মূল বিজ্ঞপ্তিটি।

বাংলা হান্ট 26 Jul 2024 12:00 pm

পর্ষদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! এবার হাইকোর্টে মামলা, কী নির্দেশ দিলেন জাস্টিস সিনহা?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে ভুরি ভুরি অভিযোগ। দিন দিন পেঁয়াজের খোসার মতো বেরিয়ে আসছে রহস্য। শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারির অভিযোগে আদালতে চলছে একাধিক মামলা। যার জেরে চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ। এরই মাঝে এবার ‘পর্ষদের ভুলে’ চাকরি হারানোর অভিযোগ করে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন একাধিক প্রাথমিক শিক্ষক। শিক্ষকের চাকরি হারিয়ে হাইকোর্টে মামলা (Calcutta High Court) বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি উঠলে মামলাকারীদের আইনজীবীরা জানান, তাদের মক্কেলরা ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত হন। কিন্তু সেই সময় তাদের প্রাথমিক শিক্ষণের ডিগ্রি ছিল না। অর্থাৎ তাদের অপ্রশিক্ষিত শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার কথা। এদিকে পর্ষদ তাদের প্রশিক্ষিত শিক্ষক হিসেবে নিয়োগ করে। তবে পরের বছরই ওই সকল শিক্ষক প্রশিক্ষিত শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার যোগ্য নন, এই যুক্তি দেখিয়ে তাদের বরখাস্ত করে দেওয়া হয়। এদিকে অপ্রশিক্ষিত শিক্ষক হিসেবে যারা চাকরি পেয়েছেন, তাদের থেকে মামলাকারীদের প্রাপ্ত নম্বর বেশি বলে এদিন আদালতে দাবি করে তাদের আইনজীবী। তিনি আরও বলেন চাকরি পাওয়ার সময় ওই প্রাথমিক শিক্ষকরা কোনও প্রশিক্ষণের নথি দেননি। পর্ষদ ভুলে তাদের প্রশিক্ষিত শিক্ষক হিসেবে নিয়োগ করে। তাই এই ভুলের দায়ও পর্ষদেরই। আরও পড়ুন:  রাখির আগেই মেটানো হবে বকেয়া DA, তবে তিন কিস্তিতে, রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর মামলাকারীদের আইনজীবীরা আদালতে (Calcutta High Court) জানান, তাদের মক্কেলরা অপ্রশিক্ষিত বিভাগেও চাকরি পাওয়ার যোগ্য হয়েও সাত বছর ধরে চাকরিহারা অবস্থায় রয়েছেন। আজ শুক্রবার এই মামলার শুনানি রয়েছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাকারীদের চাকরি সংক্রান্ত নথি পেশ করতে পারে রাজ্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ।

বাংলা হান্ট 26 Jul 2024 12:00 pm

গভীর রাতে জোর ঝটকা! আচমকা রাজ্য সভাপতি পাল্টে দিল বিজেপি! কে পেলেন দায়িত্ব?

বাংলা হান্ট ডেস্কঃ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির (BJP State President) পদ থেকে সুকান্ত মজুমদারকে সরিয়ে অন্য কাউকে বসাতে পারে বিজেপি। সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছিল বঙ্গ বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েটের নাম। এই আবহে দুই রাজ্যের রাজ্য সভাপতি পাল্টে দিন পদ্ম শিবির। বিজেপির নতুন রাজ্য সভাপতি (BJP State President) কারা? বৃহস্পতিবার রাতের দিকে বিজেপির (BJP) তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সভাপতি পরিবর্তনের বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, সিপি জোশীর বদলে রাজ্যসভার সাংসদ মদন রাঠোরকে রাজস্থানের নতুন রাজ্য সভাপতি করা হচ্ছে। সেই সঙ্গেই সম্রাট চৌধুরীর বদলে বিহারের নতুন রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ জয়সওয়াল। এই দুই রাজ্যের রাজ্য সভাপতি (State President) পরিবর্তনের পাশাপাশি অসম, ত্রিপুরা, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু এবং রাজস্থানে সাংগঠনিক পদেও বেশ কিছু রদবদল করা হয়েছে। অসমের নতুন ইনচার্জ করা হয়েছে প্রাক্তন সাংসদ হরিশ দ্বিবেদীকে। চণ্ডীগড়ের ইনচার্জ হিসেবে ঘোষণা করা হয়েছে সাংসদ অতুল গর্গের নাম। ত্রিপুরা এবং লাক্ষাদ্বীপের ইনচার্জ করা হয়েছে যথাক্রমে প্রাক্তন সাংসদ রাজদীপ রায় এবং অরবিন্দ মেনন। অন্যদিকে রাজস্থানের ইনচার্জ এবং সহ ইনচার্জ করা হয়েছে যথাক্রমে রাধামোহন আগরওয়াল এবং বিজয়া রহাটকরকে। আরও পড়ুনঃ  রাখির আগেই মেটানো হবে বকেয়া DA, তবে তিন কিস্তিতে, রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর রাজস্থান এবং বিহারের নতুন রাজ্য সভাপতির (BJP State President) নাম ঘোষণা করলেও বঙ্গ বিজেপির সভাপতির পদে কোনও বদল করা হল না। এখনও সেই দায়িত্ব রয়েছে সুকান্ত মজুমদারের কাঁধে। পরবর্তীতে সেই দায়িত্ব অন্য কারোর হাতে তুলে দেওয়া হয় কিনা সেদিকে নজর থাকবে অনেকের। এদিকে আবার শোনা যাচ্ছে, সিপি জোশী নাকি নিজেই রাজস্থানের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা চেয়েছিলেন। সূত্রের খবর, দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করে নিজের মনের ইচ্ছা জানান তিনি। এর  আগে রাজস্থানে বিজেপি সরকার গঠনের পরেও তিনি ইস্তফা দিতে চেয়েছিলেন বলে খবর। তবে সেবার তাঁর আর্জি গৃহীত হয়নি। এদিকে রাজনৈতিক মহল বলেছে, রাজস্থানের রাজ্য সভাপতি (BJP State President) পরিবর্তন করে আদতে বিজেপিরই লাভ হয়েছে। কারণ ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী এবং সিপি জোশী রাজ্য সভাপতি হওয়ার কারণে দু’টি বড় পদেই ব্রাহ্মণ নেতারা ছিলেন। নতুন রাজ্য সভাপতি মদন রাঠোর রাজপুত। এবারের লোকসভা ভোটে রাজপুত এলাকায় ধাক্কা খেয়েছিল পদ্ম শিবির। ফলে মদনকে রাজ্য সভাপতি করায় দলেরই সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বাংলা হান্ট 26 Jul 2024 11:39 am

রাখির আগেই মেটানো হবে বকেয়া DA, তবে তিন কিস্তিতে, রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় হারে চাই মহার্ঘ ভাতা (Dearness Allowance)। দীর্ঘ দিন ধরেই বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employee’s) একাংশ। এই সময়ের মাঝে কয়েক দফায় ডিএ (DA) বাড়িয়েছে রাজ্য সরকার। তবে তাতে চিঁড়ে ভেজেনি। এখনও নিজেদের দাবিতেই অনড় রাজ্য সরকারি কর্মচারীরা। রাখির আগেই মেটানো হবে বকেয়া DA (Dearness Allowance) বর্তমানে বাংলার ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। সেখানে বার বার পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। ফলে কার্যত হতাশ হয়ে পড়েছেন বাংলার সরকারি কর্মীরা। এরই মাঝে এবার নিজের কর্মীদের মুখে হাসি ফুটি বড় পদক্ষেপের করতে চলেছে মধ্যপ্রদেশ রাজ্যের অর্থ দফতর। ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে সিদ্ধান্ত। একাধিক রিপোর্ট অনুযায়ী, অগাস্ট মাসেই রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে ঢুকবে মোটা টাকা। এই রাজ্যের প্রায় সাড়ে সাত লাখ সরকারি কর্মচারী বকেয়া মহার্ঘ ভাত পেতে চলেছেন, তাও আবার রাখির আগেই। যদিও ডিএ-র সব টাকা তারা একবারে পাবেন না। মোট তিন কিস্তিতে এই টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত মার্চ মাসে মধ্যপ্রদেশে রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করে রাজ্য সরকার। তবে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত ডিএ তারা এখনও পাননি। সেই সময়ই অর্থ দফতর জানিয়েছিল মোট তিন দফায় বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে রাজ্য মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের। আরও পড়ুন:  ‘স্পষ্ট করে বলছি..,’ হল না বিচার, এজলাস ছেড়ে উঠে বেরিয়ে গেলেন ‘ক্ষুব্ধ’ দুই বিচারপতি তবে ঘোষণা করলেও তারপর এই নিয়ে আর কোনো পদক্ষেপ করা হয়নি। সেই থেকে এই বকেয়া ডিএ দেওয়ার দাবি জানাচ্ছিলেন সরকারি কর্মীরা। এরই মধ্যে জানা যাচ্ছে এবার সেই মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে। সূত্রের খবর গত ২৩ জুলাই এই নিয়ে সরকার চূড়ান্ত পদক্ষেপ করেছে। এবার পূর্বে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী বকেয়া মিটিয়ে দিতে উদ্যোগী সরকার। জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাসে তিন কিস্তিতে বকেয়া ৮ মাসের ডিএ দেওয়া হবে সরকারি কর্মীদের।

বাংলা হান্ট 26 Jul 2024 10:54 am

'শান্তি রক্ষায় নাম লেখার নির্দেশ', কানওয়ার যাত্রায় 'নেমপ্লেট' বিতর্কে সুপ্রিম কোর্টে সাফাই যোগী সরকারের

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে কানওয়ার যাত্রাপথে সমস্ত দোকানে নেমপ্লেট নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এই নির্দেশিকার পর রাজ্যগুলিকে নোটিসও পাঠানো হয়। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারকে শুক্রবারের মধ্যে নোটিস দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে উত্তর প্রদেশ সরকারের সাফাই, শান্তি রক্ষার্থেই দোকান মালিকদের নাম সাইনবোর্ডে লিখতে নির্দেশ দেওয়া হয়।

এ ই সময় 26 Jul 2024 10:00 am

‘স্পষ্ট করে বলছি..,’হল না বিচার, এজলাস ছেড়ে উঠে বেরিয়ে গেলেন ‘ক্ষুব্ধ’দুই বিচারপতি

বাংলা হান্ট ডেস্কঃ নানা কারণে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) টানা তিন দিন ধরে কর্মবিরতি পালন করছেন আইনজীবীদের একাংশ। আটকে রয়েছে বহু কাজ। কয়েকশো মামলার শুনানি হল না। এবার এই ঘটনার তীব্র সমালোচনা করলেন বিচারপতি জয়মাল্য বাগচী। আইনজীবীদের (Lawyers) কাজে ফিরতে বলেছেন তিনি। শুনানিতে অংশ নেওয়ার কথাও বলেন। আইনজীবিদের কর্মবিরতিতে বিরক্ত বিচারপতি (Calcutta High Court) দিনের পর দিন কর্মবিরতি চালিয়ে যাওয়া আইনজীবীদের উদ্দেশে জাস্টিস বাগচী বলেন, ‘‘আইনজীবীরা ভাবছেন, এতে কিছুই হচ্ছে না। পেশাগত ভাবে এটা করা হচ্ছে। কিন্তু এই পরিস্থিতি সাধারণ মানুষের কাছে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। যদি ন্যায়বিচার এবং আইনের শাসনকে সম্মান না করতে পারেন তাহলে নিজেদের দোষারোপ করুন।’’ বৃহস্পতিবারও যথারীতি বিচারপতিরা পৌঁছেছিলেন এজলাসে। তবে আইনজীবীদের কর্মবিরতির কারণে শুনানি হয়নি। বসে থেকেই ফিরে যেতে হয়েছে তাদের। গতকাল বিচারপতি বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এক আইনজীবী জানান, চিটফান্ডের অনেক মামলার শুনানি হচ্ছে না। মামলা আটকে রয়েছে। দিনের পর দিন শুনানি হচ্ছে না। সপ্তাহে দু’দিন করে ওই সব মামলার শুনানির জন্য রাখা হোক। এর পরেই কর্মবিরতি নিয়ে বিরক্তি প্রকাশ করেন জাস্টিস বাগচী। তীব্র অসন্তোষ প্রকাশ করে হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বলেন, ‘কেন আপনারা শুনানিতে অংশগ্রহণ করছেন না? নিজেরা এভাবে কর্মবিরতি করে অতিরিক্ত সময়ে শুনানির জন্য আবেদন করার অধিকার আপনাদের নেই। আগে আপনারা বিকেল সাড়ে ৪টে পর্যন্ত মামলা করুন। তার পর শুনানির সময় বৃদ্ধি করব কি না, সেই নিয়ে আমরা বিবেচনা করব। আমরা স্পষ্ট করে বলছি, না হলে আমরা কোনও সহযোগিতা করতে পারব না।’’ আরও পড়ুন:  ১০০০, ২০০০ অতীত! এবার অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৬০০০ টাকা, বিরাট উদ্যোগ কেন্দ্রের বিচারপতির সংযোজন, ‘‘আমরা বিচারপতিরা নিজেদের কাজ করার জন্য তৈরি আছি। অন্যেরা রাজি না হলে আমরা সাহায্য করতে পারব না।’’ এদিনও সুনানি না হওয়ায় এর পরেই এজলাস ছেড়ে বেরিয়ে যান দুই বিচারপতি। মঙ্গল ও বুধবারের পর এদিনও এজলাসে এসেও ফিরে গেলেন বিচারপতিরা।

বাংলা হান্ট 26 Jul 2024 9:56 am

বড়সড় ক্ষতির মুখে রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজ, চিন্তায় মাথায় হাত মুকেশ আম্বানির

ছেলের বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতেই বড় ক্ষতির মুখে শিল্পপতি মুকেশ আম্বানি ( Mukesh Ambani )। লোকসান হল ৭৩৪৭০.৫৯ কোটি টাকা। মাথায় হাত শিল্পপতির। এই সময়ে দাঁড়িয়ে ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries)মালিক হলেন মুকেশ আম্বানি। ফোর্বস অনুসারে, এই সময়ে মুকেশ আম্বানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হলেন মুকেশ আম্বানি। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যা তেল, টেলিকম এবং অন্যান্য সহ বিভিন্ন সেক্টরে উপস্থিত রয়েছে। আর সোমবার এই কোম্পানি থেকেই ক্ষতি হয়েছে ৭৩৪৭০.৫৯ কোটি টাকা। রিলায়েন্সের শেয়ার 3 শতাংশের বেশি কমে যাওয়ার পরেই এমনটা হয়েছে বলে সূত্রের খবর। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড শুক্রবার তার জুন ত্রৈমাসিকের নিট মুনাফায় ৫ শতাংশ হ্রাসের কথা জানিয়েছে। কারণ কম জ্বালানী ফাটল এবং পেট্রোকেমিক্যাল মার্জিন টেলিকম এবং খুচরা ব্যবসায় অপ্রতুল লাভ করেছে৷ চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে এপ্রিল-জুন সময়ের মধ্যে কোম্পানিটির একত্রিত নিট মুনাফা ছিল ১৫১৩৮ কোটি টাকা বা শেয়ার প্রতি ২২.৩৭ টাকা। আর এটাই গতবছর ছিল ১৬০১১ কোটি টাকা বা শেয়ার প্রতি ২৩.৬৬ টাকা। জানিয়ে রাখি, সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আম্বানি ( Mukesh Ambani ) পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। বেশ কয়েক মাস ধরে হয়ে চলা তাঁদের প্রি ওয়েডিং পর্ব পেরিয়ে গত ১২ ই জুলাই চার হাত এক হয় অনন্ত এবং রাধিকার। বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় ২০০০ জন অতিথি। বিনোদন দুনিয়ার তারকা থেকে শুরু করে দেশ বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলেই নিমন্ত্রিত ছিলেন এই ধনকুবেরের ছোট ছেলের বিয়েতে।

বাংলা হান্ট 26 Jul 2024 9:40 am

অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি মুম্বইয়ে, পুনেতে মৃত অন্তত ৪

প্রবল বৃষ্টিতে খারাপ অবস্থা পুনে এবং মুম্বইয়ের। ইতিমধ্যেই চার জনের প্রাণ গিয়েছে পুনেতে। মুম্বইয়ের বিস্তীর্ণ অংশ জলের তলায়। বিপর্যস্ত হয়ে পড়ছে ট্রেন এবং উড়ান পরিষেবা। মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে বিধ্বস্ত হিমাচলপ্রদেশও। পুনের একাধিক এলাকায় জল কোমরেরও উপরে। মুঠা নদীর উপর ব্রিজ অর্ধেক ডুবে গিয়েছে। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এ ই সময় 26 Jul 2024 9:33 am

১০০০, ২০০০ অতীত! এবার অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৬০০০ টাকা, বিরাট উদ্যোগ কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের সরকার জনদরদী। ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আট থেকে আশি সবার জন্যই কোনো না কোনো সুবিধা আছেই। তবে কেন্দ্রও পিছিয়ে নেই। কেন্দ্র সরকারেরও একাধিক প্রকল্প (Government Scheme), বৃত্তি (Scholarship) রয়েছে যার মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। দুর্দান্ত প্রকল্প কেন্দ্রের (Government Scheme) ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ। কৃষকেরা অন্নদাতা। যেই কৃষকেরা কোটি কোটি মানুষের মুখে দু’বেলা অন্ন তুলে দেন এদের তাদের সুবিধার্থে এক প্রকল্প চালু করেছে কেন্দ্র। যার নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana)। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকেরা সুবিধা পেয়ে থাকেন। জানিয়ে রাখি, ২০১৯ সালে এদেশের কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করার জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করে সরকার। এই যোজনার মাধ্যমে কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা দেওয়া হয়ে থাকে। কয়েকটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রতি কিস্তিতে ২০০০ করে দেওয়া হয়। তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রকল্প নিয়ে পিএম মোদী বলেছিলেন, ‘আমাদের সরকার কৃষকদের কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দায়িত্ব নেওয়ার পরে সই করা প্রথম ফাইলটিই হল কৃষি কল্যাণের সঙ্গে সম্পর্কিত। আমরা এবার কৃষক এবং কৃষিজমি নিয়ে আরও বেশি কাজ করতে চাই।’ আরও পড়ুন:  আজ থেকে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা, তালিকায় কলকাতাও? আবহাওয়ার খবর এই প্রকল্পের (Government Scheme) ক্ষেত্রে কিছু শর্তও রয়েছে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে যেই কৃষক চাষ করছেন তার নামেই জমি থাকতে হবে। এই সুবিধা একই পরিবারে একজনই নিতে পারবেন। কৃষক করদাতা হলেও তিনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।

বাংলা হান্ট 26 Jul 2024 9:08 am

বছরভর উপার্জন করতে হলে আজই লাগান এই গাছ, একবার লাগালেই হবেন কোটিপতি

বাড়িতেই শুরু করুন এই ফসলের চাষ, কোটিপতি হবেন খুব সহজেই। এমনটাই বলছেন ফারুখাবাদের মালিকপুর গ্রামের কৃষক সতীশ কুমার। লাগাতে হবে একবার, আর ফলন পাবেন বছরের পর বছর। করতে হবে শুধু পরিচর্যা, আর এই ফসল বিক্রি করে উপার্জন (Income) করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। শুরু করেছিলেন মাত্র ১০ টি গাছ দিয়ে, আর আজ ২ বিঘা জমিতে ১০০ টি গাছ থেকে তিনি উপার্জন করছেন লক্ষ লক্ষ টাকা। সেইসঙ্গে পাচ্ছেন অনেক অনেক অর্ডারও। লেবু গাছ, যে গাছের চাষ (Lemon Farming) করেই লাখপতি হয়েছেন সতীশ কুমার। মাত্র ১০ টাকা প্রতি গাছে কিনে, নিজের জমিতে চাষ করেন সতীশ বাবু। তারপর গাছের পরিচর্যার জন্যও ব্যয় হয় খুবই সামান্য। আর তাতেই আয় করছেন লক্ষ লক্ষ টাকা। কেউ নিচ্ছেন সরাসরি তাঁর খামার থেকে, কেউ বা বাজারে বিক্রির জন্য অর্ডার দিয়ে যাচ্ছেন। লেবু চাষ ( Lemon Farming ) করে লাখপতি সতীশ বাবু জানান, ‘এক বিঘা জমিতে ৩০০ থেকে ৪০০ লেবু গাছ অনায়াসেই লাগানো যেতে পারে। তবে প্রতিটি গাছ লাগানোর সময় গাছের মধ্যে ৫ মিটারের দূরত্ব রাখলে ভালো হবে। চাষের জমি সমতল করতে হবে, গাছের গোড়ায় গোবর সার দিতে হবে। তবে ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুন ও সেপ্টেম্বর মাসই হল লেবুর গাছ লাগানোর উপযুক্ত সময়’। জানিয়ে রাখি, গাছ লাগানোর প্রথম ৬ মাস থেকেই লেবু ধরতে শুরু করবে। তবে একটি পূর্ণাঙ্গ গাছ হতে প্রায় ২ বছর সময় লেগে যায়। এরপর এই গাছ থেকে যে পরিমাণ লেবু পাওয়া যাবে, তা বাজার যাত করলেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব হবে।

বাংলা হান্ট 26 Jul 2024 8:58 am

আজ থেকে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা, তালিকায় কলকাতাও? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছিলই। এবার আরও বৃষ্টি বাড়ার পূর্বাভাস। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। জানাল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। আজ বর্ষণের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। সবমিলিয়ে দিনভর কেমন থাকবে আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট। আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে। যার জেরে আপাতত বেশ কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টি হবে না। তবে প্রায় সমস্ত জেলাতেই Wide Spread বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শহর কলকাতাতেও (Kolkata Weather) বর্ষণের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। ওদিকে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যার জেরে বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে এবার বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আরও পড়ুন: এবার পাড়ি বিদেশে! ২ মাস ধরে হবে অনন্ত-রাধিকার বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশন, লন্ডনে বুক করা হল সাততারা হোটেল আজ উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে শনিবার দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে তিন জেলায়। তালিকায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।  

বাংলা হান্ট 26 Jul 2024 8:10 am

আজকের রাশিফল ২৬ জুলাই, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি। দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal): মেষ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। ভালোবাসার মানুষটির সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনি এমন একটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন যেখানে প্রযুক্তি এবং দক্ষতা সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে। প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি অশ্বত্থ গাছে জল দিয়ে সেটিকে প্রদক্ষিণ করুন। বৃষ রাশি: আজ আপনি একটি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রিয়জনদের সাথে তর্ক হতে পারে আজ এমন বিষয় এড়িয়ে চলুন। আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবন সুখের হবে। প্রতিকার: দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে খাবারে জাফরানের প্রয়োগ করুন। মিথুন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। শুধু তাই নয়, আপনি আজ কারোর সাহায্য ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনিও যেমন একটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন যেখানে সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে। প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দুধ, চাল এবং চিনি দিয়ে পায়েস বানিয়ে সেটি রাতের বেলায় চাঁদের আলোতে বসে খান। কর্কট রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নাহলে সেগুলি শরীরকে প্রভাবিত করবে। যার ফলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনি যদি পরিবারের একজন সদস্যের কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন তাহলে আজ সেটি আপনাকে ফেরত দিতে হবে। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে আপনার আজ মনোমালিন্য হতে পারে। প্রতিকার:  প্রেমের জীবন সুখকর করে তুলতে বিষ্ণু চালিশা জপ করুন অথবা ভগবান বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করুন। সিংহ রাশি: বাড়িতে আজ একটি অনুষ্ঠানের আয়োজন এর কারণে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করুন। অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে। প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে দিন। কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। কোথাও কেনাকাটা করতে গেলে আজ প্রয়োজনীয় জিনিসপত্রগুলি শুধুমাত্র কিনুন। পরিবারের একজন বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যের কারণে আপনার চিন্তাবৃদ্ধি ঘটতে পারে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে। প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভাইদের নির্দিষ্ট সময় অন্তর লাল রঙের পোশাক অথবা অন্য কিছু উপহার দিন। তুলা রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। অতীতের একটি বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। আজ আপনার নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ফলে ইতিবাচক ফল আসবে। অর্ধাঙ্গিনীর কোনও কাজের ফলে আজ আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে চাঁদের আলোতে ১৫ থেকে ২০ মিনিট বসুন। বৃশ্চিক রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। তবে, প্রতিটি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। নতুন কোনও উদ্যোগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো রঙের কাজল মাটির তলায় পুঁতে দিন। ধনু রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা সময় কাটান। ভালোবাসার মানুষটির সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। বিবাহিত জীবন সুখের হবে। প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে লাল গোলাপ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন। আরও পড়ুন:  Chanakya Niti: এই ৫ টি কথা স্ত্রী-রা কখনও জানতে দেন না স্বামীদের! সবসময় লুকিয়ে রাখেন তাঁদের কাছ থেকে মকর রাশি: অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। পাশাপাশি, কোনও বিনোদনমূলক কাজকর্মে অহেতুক অর্থব্যয় করবেন না। আপনি আজ আপনার স্বাস্থ্য এবং ব্যক্তিত্বকে উন্নত করার জন্য যথেষ্ট সময় পাবেন। আজ আপনি একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজকে আপনি আপনার অবসর সময়ে টিভিতে একটি সিনেমা অথবা অনুষ্ঠান দেখতে পারেন। আত্মীয়দের সাথে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে। প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার দৈনন্দিন খাবারে কালো মরিচ যুক্ত করুন। আরও পড়ুন:  এই অক্ষরগুলি দিয়ে নাম শুরু হলেই জীবনে মিলবে বড় সাফল্য! দু’হাতে আসবে টাকা, কি বলছে জ্যোতিষশাস্ত্র? কুম্ভ রাশি: কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি একটি বিনোদনমূলক কাজকর্মের সাথে যুক্ত থাকতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন। কর্মক্ষেত্রে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে। প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সবার ঘরে দক্ষিণ দিকে দেওয়ালে জিরো ওয়াটের লাল রঙের বাল্ব লাগান। মীন রাশি: আপনি আজ একটি ধর্মীয় স্থান পরিদর্শন করতে পারেন। পাশাপাশি, একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আজ আপনি আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। বন্ধুদের সাথে আজ ভালো সময় অতিবাহিত হবে। আপনি আজ উপার্জন বাড়ানোর জন্য আপনার উদ্ভাবনী মনোভাবকে কাজে লাগাবেন। প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কপালে সাথে চন্দনের টিকা লাগান।

বাংলা হান্ট 26 Jul 2024 12:01 am

এবার পাড়ি বিদেশে! ২ মাস ধরে হবে অনন্ত-রাধিকার বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশন, লন্ডনে বুক করা হল সাততারা হোটেল

বাংলা হান্ট ডেস্ক: ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি তাঁর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়েতে জলের মতো টাকা খরচ করেছেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই জমকালো বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছে ৫,০০০ কোটি টাকারও বেশি। এমতাবস্থায়, অনন্ত-রাধিকার বিয়ের (Anant-Radhika Wedding) অনুষ্ঠানের রেশ এখনও চলছে। বলা ভালো, ওই অনুষ্ঠানের পর্ব এখনও শেষ হয়নি। এবার, দেশের মাটি ছেড়ে বিদেশে সম্পন্ন হতে চলেছে গ্র্যান্ড সেলিব্রেশন। এর জন্য আগামী অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসের জন্য লন্ডনে বিলাসবহুল সাততারা স্টোক পার্ক হোটেল বুক করা হয়েছে। অনন্ত-রাধিকার বিয়ের (Anant-Radhika Wedding) গ্র্যান্ড সেলিব্রেশন এবার বিদেশে: এমতাবস্থায়, হলিউড এবং বলিউড তারকা সহ বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্রিটিশ রাজপরিবারও এই সেলিব্রেশনে (Anant-Radhika Wedding) অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে। “দ্য সান”-এর রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানি আগামী সেপ্টেম্বর পর্যন্ত সাততারা স্টোক পার্ক হোটেল বুক করেছেন। জানা গিয়েছে যে, চলচ্চিত্র তারকাদের পাশাপাশি প্রিন্স হ্যারি এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই সেলিব্রেশানে যোগ দিতে পারেন। মুকেশ আম্বানি ২০২১ সালে এই সম্পত্তি লিজ নিয়েছিলেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, স্টোক পার্ক এস্টেট যেটি আম্বানি পরিবার সেলিব্রেশনের (Anant-Radhika Wedding) জন্য বেছে নিয়েছে সেটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ২০২১ সালে ৫৭ মিলিয়ন পাউন্ডে লিজ নিয়েছিল। এর পরপরই ৩০০ একর জমিতে সংস্কারের কাজ শুরু হয়। লন্ডনের বাইরে বাকিংহামশায়ারের স্টোক পার্ক এস্টেট একটি প্রাসাদ, গল্ফ কোর্স এবং টেনিস কোর্ট নিয়ে গঠিত। ১২ জুলাই মুম্বাইতে সম্পন্ন হয় অনন্ত-রাধিকার বিয়ে: প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১২ জুলাই মুম্বাইতে অনন্ত আম্বানি তাঁর বান্ধবী রাধিকা মার্চেন্টকে বিয়ে (Anant-Radhika Wedding) করেন। এরপর তিনদিন ধরে চলে রিসেপশন পার্টি। এর আগে, জামনগর এবং তারপর ক্রুজে প্রি-ওয়েডিং ইভেন্ট হয়েছিল। আম্বানি পরিবার এই জমকালো বিয়েতে ৫০০ মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করেছে বলে অনুমান করা হচ্ছে। আরও পড়ুন:  Reliance লঞ্চ করল Jio Bharat J1 4G ফোন! করুন মাত্র ১২৩ টাকার রিচার্জ, কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের ক্লাব ও গলফ কোর্স ২ মাস সাধারণের জন্য বন্ধ থাকবে: ব্রিটিশ পত্রিকায় জানা গেছে, লন্ডনে অবস্থিত এই স্টোক পার্ক হোটেলটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য বন্ধ রয়েছে। কিন্তু আম্বানি পরিবারের সদস্যদের জন্য এটি খোলা হচ্ছে। মুকেশ আম্বানি এই অনুষ্ঠানের (Anant-Radhika Wedding) লক্ষ্যে ২ মাসের জন্য হোটেল বুক করেছেন। এমতাবস্থায়, এস্টেটের গলফ কোর্স ক্লাবের প্রায় ৮৫০ জন সদস্যকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ক্লাব থেকে দূরে থাকতে বলা হয়েছে। আরও পড়ুন:  “মদ খাওয়া ছেড়ে দিয়েছি, তবুও….”, আবেগপ্রবণ হয়ে বন্ধুর উদ্দেশ্যে বার্তা কপিলের! জানালেন…. স্টোক পার্ক এস্টেটের চারপাশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে: আম্বানি পরিবারের এই গ্র্যান্ড সেলিব্রেশনকে (Anant-Radhika Wedding) সামনে রেখে স্টোক পার্ক এস্টেট এবং তার আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে ওই হোটেলে আগামী ২ মাস ধরে একাধিক অনুষ্ঠানের আয়োজন হবে। যেখানে বরিস জনসন থেকে শুরু করে টনি ব্লেয়ার, চেরি ব্লেয়ার এবং প্রিন্স হ্যারির মতো ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে অনুমান করা হচ্ছে। এমতাবস্থায়, এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

বাংলা হান্ট 25 Jul 2024 10:18 pm

Reliance লঞ্চ করল Jio Bharat J1 4G ফোন! করুন মাত্র ১২৩ টাকার রিচার্জ, কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের

বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি Reliance Jio সিম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে বড় সুখবর! কারণ, ভারতে নতুন ফোন লঞ্চ করেছে Jio। মূলত, ওই সংস্থার তরফে ইতিমধ্যেই বাজারে নিয়ে আসা হয়েছে Jio Bharat J1 4G ফোন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Reliance Jio গত বছরই Jio Bharat সিরিজ লঞ্চ করেছিল। এখনও পর্যন্ত এই সিরিজে Jio Bharat V2, Jio Bharat V2 Carbon এবং Jio Bharat B1 ফোন ছিল। দুর্দান্ত ফোন লঞ্চ করল Reliance Jio: এমতাবস্থায়, Reliance Jio এখন Jio Bharat J1 4G অন্তর্ভুক্ত করে Jio Bharat সিরিজ প্রসারিত করেছে। এটি একটি 4G নেটওয়ার্ক বেসড কিপ্যাড ফিচার ফোন। Jio এই লেটেস্ট ফিচার ফোনে একাধিক দুর্দান্ত ফিচার্স প্রদান করেছে। পাশাপাশি, Jio Bharat J1-এ একটি নতুন ডিজাইনও পেতে চলেছেন গ্রাহকেরা। এই ফিচার ফোনে অনলাইন পেমেন্টের সুবিধা পাওয়া যাবে: জানিয়ে রাখি যে, Reliance Jio অ্যাপের সমস্ত পরিষেবা Jio Bharat J1 4G-তে প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, এই ফিচার ফোনে আপনি UPI লেনদেনের জন্য JioPay-এর সুবিধা পাবেন। এছাড়াও, আপনি যদি OTT স্ট্রিমিং করতে চান, সেক্ষেত্রে এর জন্য আপনি Jio Cinema-এর অপশনও এই ফিচার ফোনে পাবেন। কোম্পানি এই ফোনটি বাজারে এনেছে খুবই সাশ্রয়ী মূল্যে। যার ফলে গ্রাহকেরা সহজেই এটি কিনতে পারবেন। দাম: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Reliance Jio এই ফোনটির দাম নির্ধারণ করেছে 1,799 টাকা। এই নতুন ফিচার ফোনটিতে সিঙ্গেল ব্ল্যাক এবং গ্রে কালারের অপশন মিলবে। ইচ্ছুক গ্রাহকেরা ই-কমার্স ওয়েবসাইট Amazon থেকে Jio Bharat J1 কিনতে পারেন। আরও পড়ুন:  “মদ খাওয়া ছেড়ে দিয়েছি, তবুও….”, আবেগপ্রবণ হয়ে বন্ধুর উদ্দেশ্যে বার্তা কপিলের! জানালেন…. 123 টাকার রিচার্জে মিলবে একাধিক সুবিধা: প্রসঙ্গত উল্লেখ্য, Reliance Jio সম্প্রতি তার রিচার্জ প্ল্যানের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। কিন্তু আপনি Jio Bharat J1 4G-র মাধ্যমে ব্যয়বহুল প্ল্যান এড়াতে পারেন। আপনি এই ফিচার ফোনের সাথে 123 টাকার সস্তা প্ল্যানও নিতে পারেন। এটি একটি 4G রিচার্জ প্ল্যান। যেখানে আপনি 28 দিনের বৈধতার সাথে মোট 14 GB ডেটা পাবেন। যেখানে আপনি কোনও ডেইলি লিমিট ছাড়াই এই ডেটা ব্যবহার করতে পারেন। আরও পড়ুন:  চন্দ্রযান-৩-এর ল্যান্ডিংয়ের “অ্যানিভার্সারির” আগে ISRO দিল সুখবর! জানলে গর্বে ফুলে উঠবে বুক Jio Bharat J1 4G-র বৈশিষ্ট্য: Reliance একটি নতুন ডিজাইনের সাথে ভারতে Jio Bharat J1 পেশ করেছে। এই নতুন ফিচার ফোনে আপনি একটি 2.8 ইঞ্চির ডিসপ্লে পাবেন। পাশাপাশি, এই ফোনে 2500mAh-র ব্যাটারি উপলব্ধ রয়েছে। এই নতুন ফিচার ফোনে আপনি Jio Cinema প্রি-ইনস্টলড পাবেন। এর সাথে, আপনি Jio TV-তেও অ্যাক্সেস পাবেন। এই দু’টি অ্যাপের মাধ্যমে এই ফোনে ভরপুর বিনোদনের আনন্দ পাওয়া যাবে। Jio এই ফিচার ফোনে Jio Pay-এর অপশন দিয়েছে। এর কিপ্যাডের ওপরে, বৃত্তাকার ডিজাইনে একটি নেভিগেশন বাটনও দেওয়া হয়েছে। এদিকে, Jio-র এই ফোনে 23 টি ভাষা সাপোর্ট করে বলেও জানা গিয়েছে।

বাংলা হান্ট 25 Jul 2024 10:03 pm

“মদ খাওয়া ছেড়ে দিয়েছি, তবুও….”, আবেগপ্রবণ হয়ে বন্ধুর উদ্দেশ্যে বার্তা কপিলের! জানালেন….

বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ অংশুমান গায়কোয়াড় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অংশুমানের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পরেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন প্রত্যেকেই। তবে, এবার অংশুমানের উদ্দেশ্যে একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। যেখানে তিনি জানিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে সব ধরণের সাহায্য করার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। সতীর্থকে সাহস দিলেন কপিল দেব (Kapil Dev): এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অংশুমান গায়কোয়াড়ের শারীরিক অসুস্থতার বিষয়টি সামনে আসার পর সাহায্যের হাত বাড়িয়েছেন কপিল (Kapil Dev)। এদিকে, ইতিমধ্যেই BCCI-এর তরফে ১ কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি BCCI সচিব জয় শাহ অংশুমান গায়কোয়াড়ের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেন এবং সব ধরণের সাহায্যের আশ্বাস দেন। From Kapil Dev to Aunshuman Gaekwad…both played under each other’s captaincy. Today, Aunshuman is battling cancer and we all pray he recovers. I gave up drinking ten years ago. Won’t mind a drink with a friend who has a generous heart. Get well soon Aunshu… pic.twitter.com/i8eatv1ZS5 — Vijay Lokapally (@vijaylokapally) July 23, 2024 কি জানিয়েছেন কপিল দেব: সম্প্রতি কপিল দেব (Kapil Dev) তাঁর একটি বিশেষ ভিডিও বার্তায় পুরনো স্মৃতি রোমন্থন করে অংশুমানের উদ্দেশ্যে জানিয়েছেন, “হাই অংশু, তুমি কি একটা কঠিন পর্বের মধ্যে দিয়ে এখন চলেছো সেটা আমি জানি। কিন্তু এটাতে কিছু যায় আসে না। কারণ, আমরা সকলেই জীবনের কঠিন পর্যায় পার করেছি। আমার সব ভালো দিনগুলি মনে আছে। আমি যখন প্রথম খেললাম তখন তুমি আমার অধিনায়ক ছিলে। আমার মনে রয়েছে যে আমি যখন দলের অধিনায়ক হলাম তখন তুমি জলন্ধরে পাকিস্তানের বিরুদ্ধে ২০০ রান করেছিলে। তাই আমাদের ভালো স্মৃতি রয়েছে।” আরও পড়ুন:  চন্দ্রযান-৩-এর ল্যান্ডিংয়ের “অ্যানিভার্সারির” আগে ISRO দিল সুখবর! জানলে গর্বে ফুলে উঠবে বুক কপিল (Kapil Dev) আরও বলেন যে, “খারাপ সময় আমাদের প্রত্যেকের আসে এবং তা চলে যায়। কিন্তু তুমি একজন যোদ্ধা। তুমি সব সময় সুখে থেকো এবং ঈশ্বর তোমাকে যা দিয়েছে তা নিয়ে বাঁচার চেষ্টা করো। আমি চাই তুমি দ্রুত ভালো হয়ে যাও। আমাদের সকলকে একদিন যেতে হবে, কিন্তু তুমি তোমার লড়াইটা চালিয়ে যাও। যেভাবে ক্রিকেট মাঠে তুমি লড়াই করতে। আমরা শীঘ্রই দেখা করব। সেখানে আমাদের আড্ডা হবে। আমাদের আরও একটি ভালো সময় আসছে। সমস্ত ক্রিকেট সম্প্রদায় তোমার সাথে আছে। আমরা তোমার জন্য গর্বিত। আমরা হতাশ হবো না। নিজের যত্ন নাও।” আরও পড়ুন:  শুধু তেল এবং Jio নয়! মুকেশ আম্বানির ভাগ্য খুলে দিল আম, অনুর্বর জমিতেই “সোনা” পেল Reliance এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অংশুমান গায়কোয়াড়ের শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁকে সাহায্য করার উদ্দেশ্যে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev) থেকে শুরু করে সন্দীপ পাটিলের মতো প্রাক্তন ক্রিকেটাররা এগিয়ে এসেছেন। পাশাপাশি, তাঁরা BCCI-কে গায়কোয়াড়কে সাহায্য করার জন্য আবেদন করেন। তারপরেই BCCI ১ কোটি টাকার আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেয়। এর পাশাপাশি গায়কোয়াড়ের প্রাক্তন সতীর্থ মহিন্দর অমরনাথ থেকে শুরু করে সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকর, মদন লাল, রবি শাস্ত্রী এবং কীর্তি আজাদরাও বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।

বাংলা হান্ট 25 Jul 2024 9:17 pm

চন্দ্রযান-৩-এর ল্যান্ডিংয়ের “অ্যানিভার্সারির”আগে ISRO দিল সুখবর! জানলে গর্বে ফুলে উঠবে বুক

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে মহাকাশ গবেষণার ক্ষেত্রে একের পর এক বড় নজির গড়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ISRO (Indian Space Research Organisation)। গত বছরেই চাঁদের মাটিতে চন্দ্রযান-৩-র সফল অবতরণের মাধ্যমে ISRO গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। শুধু তাই নয়, ইতিমধ্যেই সূর্যকে গভীরভাবে নিরীক্ষণের জন্য কাজ শুরু করেছে আদিত্য L-1। এমতাবস্থায়, ISRO তার পরবর্তী গগনযান অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ISRO দিল বিরাট সুখবর: ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেটও সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আমেরিকার তরফে এবার দুই ভারতীয় মহাকাশচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এটাও জানা যাচ্ছে যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যেই এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ NASA-র জনসন স্পেস সেন্টারে দুই ভারতীয় মহাকাশচারীর প্রশিক্ষণ শুরু হতে চলেছে। এই মহাকাশ কেন্দ্রটি আমেরিকার টেক্সাসে অবস্থিত। ISRO-ও জানিয়েছে, অগাস্টের শুরু থেকে মহাকাশচারীদের এই প্রশিক্ষণ শুরু হবে। আরও পড়ুন:  বাজারে পতনের মাঝেই চমক দেখাল টাটা গ্রুপের এই শেয়ার, দু’হাতে টাকা কামালেন বিনিয়োগকারীরা উল্লেখ্য যে, ২০২৩ সালের জুনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে ছিলেন এবং সেই সময় রাষ্ট্রপতি বাইডেন ভারত থেকে ISS অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একজন মহাকাশচারী পাঠানোর কথা বলেছিলেন। এমতাবস্থায় রাশিয়ার রাজধানী মস্কোর ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেওয়া দুই মহাকাশচারীর মধ্যে একজনকে ভারত-মার্কিন যৌথ মিশনে ISS-এ পাঠানো হবে। আরও পড়ুন:  শুধু তেল এবং Jio নয়! মুকেশ আম্বানির ভাগ্য খুলে দিল আম, অনুর্বর জমিতেই “সোনা” পেল Reliance এমনও সম্ভাবনা রয়েছে যে SpaceX এবং Axiom ভারতীয় মহাকাশচারীদের সাহায্য করতে পারে এবং এই মিশনটি ২০২৪ সালের শেষ নাগাদ কার্যকর করা যেতে পারে। এই প্রসঙ্গে ISRO-র প্রাক্তন চেয়ারম্যান কে সিভান বলেছেন, এই মিশনটি ভারতীয় মহাকাশচারীদের নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেবে। তিনি বলেন, “গগনযান কর্মসূচির পরিপ্রেক্ষিতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।”

বাংলা হান্ট 25 Jul 2024 9:00 pm

যৌবনে এই পাঁচটি ভুল করলেই সর্বনাশ! দেখুন, কী বলছে চাণক্য নীতি

বাংলাহান্ট ডেস্ক : আচার্য চাণক্য (Chanakya) ছিলেন প্রাচীন ভারতের অন্যতম সেরা বুদ্ধিমান ব্যক্তি। অর্থনীতি, যুদ্ধনীতি, কূটনীতির মতো বিষয় তাঁর পাণ্ডিত্য প্রশ্নাতীত। আচার্য চাণক্য (Chanakya) মানুষের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে গেছেন তাঁর নীতিশাস্ত্রের (Chanakya Niti) বইতে। সেখানে তিনি মানুষের জীবনের বিভিন্ন উচিত ও অনুচিত কাজ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। আচার্য চাণক্য (Chanakya) বলেছেন যৌবনে করা বেশ কিছু ভুল আমাদের সারা জীবন তছনছ করে দিতে পারে। তাই এমন কিছু ভুল করা থেকে তিনি বিরত থাকতে বলেছেন যেগুলি আমাদের সর্বনাশ থেকে আনতে পারে। চাণক্যের (Chanakya) মতে, যৌবনে এই পাঁচ ভুল করলেই বিপদ বাড়বে আচার্য চাণক্য বলে গেছেন যৌবনে প্রত্যেক ব্যক্তির উচিত সময়ের মূল্য দিতে শেখা। অযথা সময় অপচয় করা উচিত নয়। যে ব্যক্তি যৌবনে সময় অপচয় করে সে কখনো ভবিষ্যতে সফল হতে পারেনা। চাণক্য পণ্ডিত মনে করেন প্রত্যেক ব্যক্তির অল্প বয়স থেকেই উচিত অর্থের গুরুত্ব বোঝা। টাকার গুরুত্ব না বুঝে অযথা অর্থ ব্যয় করলে কখনো ধনী হওয়া যায় না। আরোও পড়ুন :  দুর্দান্ত খবর! এবার বেকারদের হাতেও আসবে লাখ লাখ টাকা, ভরসা দিচ্ছে সরকার! স্কিমগুলো জানেন ? যৌবনে অলসতা ডেকে আনতে পারে ভয়ংকর বিপদ। জীবনে সফল হতে চাইলে ত্যাগ করতে হবে অলসতা। যৌবনের সময় অলসতা কাটিয়ে মন দেওয়া উচিত কাজে। তাহলেই আসবে সফলতা। আচার্য চাণক্য বলে গেছেন যৌবনে প্রত্যেকের উচিত রাগ নিয়ন্ত্রণ করা। রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে জীবনে অগ্রসর হওয়া যায় না।   আচার্য চাণক্য মনে করেন যৌবনে ভুল সঙ্গে পড়লে জীবন নষ্ট হতে পারে। তাই সবার উচিত অসৎ সঙ্গ এড়িয়ে চলা। অসৎ সঙ্গে ঢুকে পড়লে জীবনে সফল হওয়া সম্ভব না।

বাংলা হান্ট 25 Jul 2024 8:23 pm

দুর্দান্ত খবর! এবার বেকারদের হাতেও আসবে লাখ লাখ টাকা, ভরসা দিচ্ছে সরকার! স্কিমগুলো জানেন ?

বাংলাহান্ট ডেস্ক : ভারতে বেকারত্ব অন্যতম একটি বড় সমস্যা। বিপুল জনসংখ্যার দেশ ভারতে বেকারত্বের হার কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। অনেক যুবক-যুবতী রয়েছেন যাদের কাছে ডিগ্রী থাকা সত্ত্বেও পাচ্ছেন না চাকরির সুযোগ। এই অবস্থায় যুবসমাজকে স্বাবলম্বী করে তুলতে কেন্দ্রীয় সরকারের (Central Government) রয়েছে একাধিক প্রকল্প (Scheme)। এই প্রকল্পগুলির (Scheme) মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। চলুন এই প্রকল্পগুলি (Scheme) সম্পর্কে আজ জেনে নেওয়া যাক। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা: নরেন্দ্র মোদির সরকার ২০১৫ সালে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সামনে নিয়ে আসে। এই প্রকল্পের অধীনে ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে জমানতমুক্ত ঋণ। অ-কর্পোরেট ও অ-কৃষি ক্ষেত্রে এই ঋণ দেওয়া হয়ে থাকে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই প্রকল্প (Scheme) সহায়ক হতে পারে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পের আওতায় ঋণ নিয়ে শুরু করতে পারেন নিজের উদ্যোগ। আরোও পড়ুন :  ভারতের ১ টাকার সমান পাকিস্তানের কত জানেন? ভালো করে দেখুন হিসেব, চমকে যাবেন আপনিও প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা: যুব সমাজকে স্বাবলম্বী করতে এই প্রকল্পটিও শুরু হয় ২০১৫ সালে। প্রধানমন্ত্রী যুবক প্রশিক্ষণ নামেও পরিচিত এই প্রকল্প (Scheme)। এই প্রকল্পের আওতায় যুবকদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়। প্রশিক্ষণ সম্পূর্ণ হলে দেওয়া হয় সার্টিফিকেট। এছাড়াও সাহায্য করা হয় নতুন ব্যবসা শুরুর জন্য। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা: এই প্রকল্পের (Scheme) অধীনে রাস্তায় ব্যবসা করা ব্যবসায়ীদের দেওয়া হয়ে থাকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ। জামানতমুক্ত এই ঋণ গ্রহণ করলে ব্যাংকের কাছে কোনও কিছু জমা রাখতে হয় না। মোদি সরকার ফুটপাতের বিক্রেতাদের ব্যবসা বৃদ্ধির উদ্দেশ্যে ২০২০ সালে এই প্রকল্প শুরু করে। তিন কিস্তিতে পাওয়া যায় এই ঋণের টাকা। প্রথম কিস্তিতে দেওয়া হয়ে থাকে দশ হাজার টাকা পর্যন্ত ঋণ। সেই ঋণের টাকা সময়মতো পরিশোধ করলে মেলে দ্বিতীয় কিস্তিতে কুড়ি হাজার টাকা পর্যন্ত ঋণ। দ্বিতীয় কিস্তির টাকা সময়মতো পরিশোধ করলে ৫০০০০ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় এই প্রকল্পের অধীনে।

বাংলা হান্ট 25 Jul 2024 8:00 pm

'কেন্দ্রশাসিত হোক মালদহ-মুর্শিদাবাদ', সংসদে নিশিকান্তর দাবি ঘিরে তুঙ্গে তরজা

সংসদে দাঁড়িয়ে হিন্দু-মুসলিম প্রসঙ্গ টেনে বড় দাবি জানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। নিশিকান্তের দাবি, 'বাংলাদেশের অনুপ্রবেশের কারণে বাংলা ও বিহারের জনসংখ্যার বিন্যাস বদলে যাচ্ছে। তাই বাংলা ও বিহারের পাঁচটি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক।' সংসদে দাঁড়িয়ে কী কী বলেছেন নিশিকান্ত? পাল্টা নিশিকান্তের বক্তব্যের সমালোচনা করেছে তৃণমূল। জানুন বিস্তারিত।

এ ই সময় 25 Jul 2024 7:14 pm

ভারতের ১ টাকার সমান পাকিস্তানের কত জানেন? ভালো করে দেখুন হিসেব, চমকে যাবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : কোনও দেশের অর্থনীতির প্রতিফলন সেই দেশের মুদ্রার মূল্য। গোটা বিশ্বের অধিকাংশ দেশেই লেনদেনের জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে আমেরিকান ডলার। US ডলার (USD) এর নিরিখে যে কোনও দেশের মুদ্রার মূল্য পরিমাপ করা হয়ে থাকে। আজকের প্রতিবেদনে আমরা জানব ভারতের (India) প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মুদ্রার তুলনায় ভারতের মুদ্রা কতটা বেশি শক্তিশালী। ভারতীয় মুদ্রার নিরিখে পাকিস্তানের (Pakistan) মুদ্রা যদি কেউ ১ লক্ষ ভারতীয় রুপি (Indian Rupees) নিয়ে পাকিস্তানে (Pakistan) যান তাহলে সেখানে সেটির মূল্য কত হবে সেই বিষয়টি আজ আলোচনা করব। বুধবার এক পয়সা কমে ডলার প্রতি ৮৩.৭০ টাকায় এসে পৌঁছেছে ভারতীয় মুদ্রা (Indian Currency)। ডলারের নিরিখে যদি বিচার করা হয় তাহলে দেখা যাচ্ছে পাকিস্তানের মুদ্রার অবস্থা অত্যন্ত শোচনীয়। আরোও পড়ুন :  বাইক, চার চাকা তো নস্যি! প্রাইভেট জেটও আছে এই পাঁচ ক্রিকেটারের, নাম জানলে অবাক হয়ে যাবেন পাকিস্তানে এক ডলারের মূল্য ২৭৮.৭৭ পাকিস্তানি টাকা। আমেরিকান ডলারের সাপেক্ষে গত কয়েক বছরে পাকিস্তানের টাকার মূল্য ক্রমাগত নিম্নগামী হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা অনুযায়ী, ১ ভারতীয় মুদ্রার (Indian Currency) মূল্য পাকিস্তানে ৩.৩৩ টাকা। এক লক্ষ ভারতীয় টাকা নিয়ে যদি পাকিস্তানে (Pakistan) যাওয়া হয় তাহলে সেখানে তার মূল্য দাঁড়াবে ৩৩৩০৬৪.৬২ পাকিস্তানি টাকা। এবার পাকিস্তান থেকে যদি ভারতে ১ লাখ টাকা নিয়ে আসা হয় তাহলে তার মূল্য দাঁড়াবে ৩০০২৪.২০ টাকা। বিগত বছরগুলিতে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ক্রমাগত খারাপ হয়েছে। লাগামছাড়া মূল্যবৃদ্ধি হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। বেড়েছে মুদ্রাস্ফীতি। এই অবস্থায় পাকিস্তানে ক্ষমতায় এসেছে শাহবাজ শরীফের নতুন সরকার। তবে এখনো পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক সংকট ঘোচার বিন্দুমাত্র আভাস পাওয়া যাচ্ছে না।

বাংলা হান্ট 25 Jul 2024 7:13 pm

এত টাকা চাইছে কেন…? ভরা এজলাসে প্রশ্ন প্রধান বিচারপতির, তোলপাড় হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ মানা হয়নি হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ! ক্ষতিপূরণ নিয়েও অসন্তোষ। এবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২০১৮ সালে দাড়িভিটে (Darivit Case) ‘পুলিশের’ গুলিতে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি হল। দাড়িভিট মামলায় কী নির্দেশ দিল হাইকোর্ট? (Calcutta High Court) হাইকোর্ট ক্ষতিপূরণ হিসেবে দু’লক্ষ টাকা ধার্য করলেও মৃত ছাত্রদের পরিবারের ক্ষতিপুরণের অঙ্ক নিয়ে আপত্তি ছিল। রাজ্য সরকারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তুলেছিলেন তারা। সেই দাবি নিয়ে বুধবার প্রশ্ন তোলে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। প্রসঙ্গত, দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে গেলে ঘটনায় এনআইএ তদন্তের পাশাপাশি দুই মৃত ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। যদিও ক্ষতিপূরণের অঙ্ক নির্দিষ্ট করে দেননি জাস্টিস মান্থা। তবে অভিযোগ ওঠে বহু মাস কেটে যাওয়ার পরও পুলিশ, এনআইকে তদন্তভার তুলে দেয়নি। এরপর হাইকোর্টের নির্দেশ অমান্য করায় দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা। ওদিকে এনআইএ তদন্ত-সহ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলা শুনানির জন্য উঠলে রাজ্য জানায়, ইতিমধ্যেই মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম মোতাবেক, ক্ষতিগ্রস্থ পরিবারকে দু’লাখ টাকা করে দেওয়া হবে। যদিও ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে আপত্তি দেখায় দুই ছাত্রের পরিবার। আদালতে তাদের দাবি, দু’টি তাজা প্রাণ চলে গিয়েছে। সেই ঘটনার বিচারে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ যথার্থ নয়। রাজ্য সরকারের কাছে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করা হয়। এরপরই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘ভিক্টিম কম্পেনশেসন স্কিম’ অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবার দু’লক্ষ টাকা করেই ক্ষতিপূরণ পাওয়ার কথা। কেন ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে? সিঙ্গল বেঞ্চ ক্ষতিপূরণের অঙ্ক ঠিক করে দেয়নি, তারপরও মৃতদের পরিবার এত টাকা চাইছে কেন? কেন এত টাকা চাওয়া হচ্ছে তা আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আরও পড়ুন:  কিছুক্ষণে তোলপাড় করা বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়, কাল থেকে আরও বাড়বে হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, সিঙ্গল বেঞ্চ ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ দিয়েছিল তা পরবর্তী শুনানি পর্যন্ত তা স্থগিত থাকবে। নভেম্বরে মাসে মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে উর্দুর বদলে বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুরের দাড়িভিট। উর্দু নয়, চাই বাংলা শিক্ষক, এই দাবি জানিয়ে বিক্ষোভে নামে ছাত্ররা। উত্তপ্ত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় ২ ছাত্রের। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। স্থানীয়দের অভিযোগ ছিল, পুলিশ গুলি চালিয়েছে।পুলিশের দিকে অভিযোগের তীর এলেও প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করেছেন তারা। এরপর আদালতে মামালা হলে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দেয়। ওদিকে এনআইএ তদন্তের দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় মৃত ছাত্রের পরিবার। ২০২৩ সালে এই মামলার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয় হাই কোর্ট। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যর নির্দেশও দেয় আদালত। তবে ১১ মাসেরও বেশি সময় কেটে গেলেও আদালতের কোনোও নির্দেশই মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এরপরই দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা।

বাংলা হান্ট 25 Jul 2024 6:59 pm

নিজের বউকেই চুরি করে পালাল নায়ক! আসছে নতুন ধারাবাহিক ‘বউচুরি’, রইল প্রথম প্রোমো

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনে এখন যেন নতুন সিরিয়াল (Bengali Serial) শুরুর হিড়িক পড়েছে। কয়েকদিন আগেই স্টার জলসার পর্দায় ‘শুভ বিবাহ’ শুরু হয়েছে। বুধবার প্রকাশ্যে এসেছে জি বাংলার আসন্ন মেগা ‘অমর সঙ্গী’র প্রথম প্রোমো। তার রেশ কাটতে না কাটতেই এবার এসে গেল ‘বউচুরি’র প্রোমো। নতুন ধারাবাহিকে (Bengali Serial) জুটি বাঁধলেন রিয়াজ-অয়ন্যা আগেই শোনা গিয়েছিল, নতুন রূপে পর্দায় ফিরছে ‘গাঁটছড়া’ কুণাল অভিনেতা রিয়াজ লস্কর। ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধার খবরও ফাঁস হয়ে গিয়েছিল। এবার প্রকাশ্যে এল তাঁদের নতুন ধারাবাহিক ‘বউচুরি’র প্রথম প্রোমো। আগামী ৫ আগস্ট থেকে সোম থেকে শনি সন্ধ্যা সাড়ে সাতটায় আকাশ আটে (Aakash Aath) দেখা যাবে এই মেগা। ‘বউচুরি’র প্রোমোয় (Bengali Serial) দেখা যাচ্ছে, মন্দাকিনীর সঙ্গে বিয়ে হলেও ইন্দুবালাকে ভালোবাসে অনাথ। সে একদিন আংটি দিয়ে ইন্দুবালাকে বিয়ের কথাও বলে। কিন্তু ঠিক সেই সময় সেখানে চলে আসে তার স্ত্রী। মন্দাকিনী বলে, আপনি এটা কী করছেন? আমি যে আপনার বিবাহিতা স্ত্রী। একথা শুনে ইন্দুবালা অবাক হয়ে যায়। সে অনাথকে জিজ্ঞেস করে এসব কী শুনছি? সে তখন বলে, এসব মিথ্যে কথা। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আরও পড়ুনঃ  TRP নেই! শেষ হচ্ছে ‘তোমাদের রানী’, জানিয়ে দিলেন অভিকা! অন্তিম সম্প্রচার কবে? এরপর সে মন্দাকিনীকে বলে, যে নারীর সঙ্গে প্রেম নেই, তার সঙ্গে মন্ত্র পড়ে বিয়ে হলেও সে স্ত্রী মানতে পারবে না। মন্দাকিনী তখন বলে, তাহলে আমার কী হবে? অনাথ উত্তরে বলে, ব্রাহ্ম ধর্মে দীক্ষা নিয়ে আমাদের বিবাহবিচ্ছেদ হবে, এরপর সুপাত্র খুঁজে আমি তোমার বিয়ে দেব। একথা শুনে মন্দাকিনী বলেন, বাবামশাই কি এমন অনুমতি দেবেন? এরপর বাবার কথা ভেবেই ভয়ে কেঁপে ওঠে অনাথ। যদিও সে শেষমেষ সাহস জুগিয়ে মন্দাকিনীকে নিয়ে বাড়ি থেকে কলকাতা পালানোর সিদ্ধান্ত নেয়। অনাথ কি শেষ অবধি ইন্দুকে বিয়ে করতে পারবে নাকি ‘বউচুরি’ করতে গিয়ে ঘটবে কোনও অঘটন? সেটা জানা যাবে ‘সাহিত্যের সেরা সময়’এর এই নতুন গল্প শুরু হওয়ার পর।

বাংলা হান্ট 25 Jul 2024 6:55 pm

কিছুক্ষণে তোলপাড় করা বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়, কাল থেকে আরও বাড়বে

বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকে বৃষ্টি চলছে একাধিক জেলায়। কোথাও আবার রোদ-বৃষ্টির খেলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আজ কলকাতা (Kolkata) সহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও বর্ষণের পূর্বাভাস জেলায় জেলায়। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আজ ও আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একাধিক জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। ওদিকে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যার জেরে বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওদিকে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই উত্তরবঙ্গে। আজ কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এই সব জেলায় জারি হয়েছে সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। চলতি সপ্তাহে দক্ষিণের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন:  বদলে গেল সিস্টেম! রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের, গোটা দেশের মধ্যে নজির গড়ল বাংলা আজ ও আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহন্তে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে।

বাংলা হান্ট 25 Jul 2024 6:48 pm

বাইক, চার চাকা তো নস্যি! প্রাইভেট জেটও আছে এই পাঁচ ক্রিকেটারের, নাম জানলে অবাক হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছু ভারতীয় (Indian) ক্রিকেট তারকা (Cricketer) খবরের হেডলাইন্সে থাকেন তাঁদের বিলাসবহুল জীবনযাপনের জন্য। ভারতের এমন প্রচুর তারকা রয়েছেন যাদের রয়েছে গাড়ির শখ। তবে জানেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) এমন বেশ কিছু তারকা রয়েছেন যাদের প্রাইভেট জেটও রয়েছে? বিরাট কোহলি থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি রয়েছেন এই তালিকায়। শুধু চারচাকা বা বাইক নয়, ভারতের এমন অনেক বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার (Cricketer) রয়েছেন যাদের কাছে রয়েছে ব্যক্তিগত জেট (Private Jet)। ভারতের সেই পাঁচ ক্রিকেটারের (Cricketer) নাম বিরাট কোহলি: ভারতীয় ক্রিকেট টিমের তারকা ক্রিকেটার বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১০০ কোটি টাকা। বিরাট কোহলি ক্রিকেট ছাড়াও প্রচুর উপার্জন করেন বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন থেকেও। বহুমূল্যবান গাড়ির পাশাপাশি একটি নিজস্ব বিলাসবহুল জেট রয়েছে বিরাট কোহলির। আরোও পড়ুন :  বদলে গেল সিস্টেম! রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের, গোটা দেশের মধ্যে নজির গড়ল বাংলা কপিল দেব: ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। এই লেজেন্ডারি ক্রিকেট তারকার কাছেও রয়েছে একটি প্রাইভেট জেট। আরোও পড়ুন :  হিন্দুদের অস্তিত্ব থাকবে না! বাংলা-বিহারের পাঁচ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি BJP সাংসদের হার্দিক পান্ডিয়া: বর্তমানে ভারতের ক্রিকেট দলের অন্যতম তারকা হার্দিক পান্ডিয়া। তাঁর কোটি কোটি টাকার গাড়ির সংগ্রহ অনেককেই চমকে দেয়। শোনা যায় হার্দিক পান্ডিয়ার একটি অত্যন্ত বিলাসবহুল প্রাইভেট জেট রয়েছে। মহেন্দ্র সিংহ ধোনি: ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির গাড়ির শখের কথা অনেকেই জানেন। এই তারকা ক্রিকেটারেরও রয়েছে ব্যক্তিগত জেট। শচীন তেন্ডুলকার: বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ও সফল ক্রিকেটার শচীন। জানা যায়, শচীনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২৫০ কোটি টাকা। শচীনেরও রয়েছে একটি নিজস্ব জেট।

বাংলা হান্ট 25 Jul 2024 6:45 pm

হিন্দুদের অস্তিত্ব থাকবে না! বাংলা-বিহারের পাঁচ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি BJP সাংসদের

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্যসভায় দাঁড়িয়ে গ্রেটার কোচবিহারের দাবি তুলেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তা নিয়ে তুমুল চর্চা চলছে। তার রেশ কাটতে না কাটতেই এবার বাংলা এবং বিহারের পাঁচ জেলা নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানালেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। লোকসভায় দাঁড়িয়ে কী দাবি করলেন নিশিকান্ত (Nishikant Dubey)? এদিন লোকসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের কিষাণগঞ্জ, কাটিহার এবং আরারিয়াকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়েছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ। নিশিকান্তের দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য দুই রাজ্যের এই পাঁচ জেলার জনবিন্যাস বদলে গিয়েছে। যদি কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) না করা হয় তাহলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না বলে দাবি করেন পদ্ম সাংসদ। এদিন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়ে নিশিকান্ত (Nishikant Dubey) বলেন, ‘আমাদের পাপুর জেলায় যে দাঙ্গা হয়েছিল যে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও সেখানকার লোকজন, মালদা ও মুর্শিদাবাদ থেকে এসে আমাদের লোকজনকে তাড়িয়ে দিচ্ছে। হিন্দুদের গ্রাম পরপর খালি হয়ে যাচ্ছে’। আরও পড়ুনঃ  রাজ্যবাসীর জন্য বিরাট উদ্যোগ মুখ্যমন্ত্রীর! এক ঘোষণায় ধন্য ধন্য করছে সকলে এখানেই না থেমে বিজেপি (BJP) সাংসদ বলেন, মালদা এবং মুর্শিদাবাদ থেকে লোক এসে হিন্দুদের ওপর অত্যাচার করছে। এর প্রেক্ষিতে ঝাড়খণ্ড পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি করেন তিনি। এরপরেই ওই পাঁচ জেলা নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি জানান। নাহলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন নিশিকান্ত। তিনি বলেন, ‘এনআরসি চালু করুন। কিছু না করতে পারে, আগে কমিটি পাঠান। বিয়ে এবং ধর্মান্তকরণের ক্ষেত্রে অনুমতি বাধ্যতামূলক করুন’। এই বিষয়ে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘বাংলায় বিজেপি কিছু করতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারছে না। সেই জন্য এসব করছে। বাজে কথা সব! নিশিকান্ত দুবে যা বলেছেন, এর থেকে বড় সাম্প্রদায়িক কথা আমি শুনিনি’। নিশিকান্তের মন্তব্যের স্নগে সুকান্তের উত্তরবঙ্গকে আলাদা করার মন্তব্যের রেশ টেনে সৌগত বলেন, ‘এসব বাংলা ভাগ করার চক্রান্ত। আমরা এসব হতে দেব না’।

বাংলা হান্ট 25 Jul 2024 6:16 pm

সাবধান! এই কাজগুলো ভুলেও করবেন না ট্রেনে! দিতে হবে মোটা টাকা ‘ফাইন’, হতে পারে জেলও

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) আজ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। অফিস যাত্রা হোক কিংবা ঘুরতে যাওয়া, সব ধরনের যাত্রার জন্য যাত্রীদের প্রথম পছন্দ রেল। তবে বৈধভাবে রেল যাত্রা না করলে যাত্রীদের পড়তে হতে পারে শাস্তির মুখে। কোন ভুলের জন্য কী জরিমানা হতে পারে সেই বিষয়ে আজ আলোচনা করব এই প্রতিবেদনে। ভারতীয় রেলে (Indian Railways) এই কাজগুলি করা অপরাধ অনেকেই রয়েছেন যারা টিকিট (Ticket) না কেটেই রেল যাত্রা করেন। রেলের (Indian Railways) আইনে এটি অত্যন্ত বড় অপরাধ। টিকিট না কেটে রেল যাত্রা করলে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। টিকিট না কেটে রেল সফর করলে নূন্যতম ২৫০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা (Fine) হতে পারে। আরোও পড়ুন :  TRP নেই! শেষ হচ্ছে ‘তোমাদের রানী’, জানিয়ে দিলেন অভিকা! অন্তিম সম্প্রচার কবে? এছাড়াও ছয় মাসের জেল হতে পারে শাস্তি হিসেবে। জরিমানার পাশাপাশি নেওয়া হতে পারে টিকিটের দাম। এক ধরনের কোচের টিকিট কেটে অন্য কোচে উঠলে জরিমানা ধার্য হতে পারে। টিকিট পরীক্ষক সেক্ষেত্রে জরিমানার পাশাপাশি ওই কোচের ভাড়াও নিতে পারেন।ভারতীয় রেলে নিষিদ্ধ ধূমপান (Indian Railways)। সিগারেট, বিড়ি ট্রেনের মধ্যে খেলে হতে পারে জরিমানা।   এছাড়াও মদ্যপান করে ট্রেনে উঠলেও জরিমানা হতে পারে। এক্সপ্রেস ট্রেনে সফর করার সময় সর্বদা নিজের পরিচয় পত্র কাছে রাখতে হয়। টিকিটের পাশাপাশি পরিচয় পত্র টিকিট পরীক্ষককে না দেখাতে পারলে জরিমানা হতে পারে। এছাড়াও নির্দিষ্ট কারণ ছাড়া ট্রেনের চেইন টানলে জরিমানা হতে পারে। নূন্যতম ১ হাজার টাকা জরিমানা বা এক বছরের জেল অথবা এই দুই-ই হতে পারে শাস্তি হিসেবে।

বাংলা হান্ট 25 Jul 2024 6:07 pm

TRP নেই! শেষ হচ্ছে ‘তোমাদের রানী’, জানিয়ে দিলেন অভিকা! অন্তিম সম্প্রচার কবে?

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সকালেই পাওয়া গিয়েছিল সিরিয়াল বন্ধের ইঙ্গিত। বেলা গড়াতেই চলে এল পাকা খবর। ‘তেঁতুলপাতা’কে স্থান করে দিতে অকালেই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) ‘তোমাদের রানী’ (Tomader Rani)। সংবাদমাধ্যমের কাছে একথা স্বীকার করে নিলেন নায়িকা অভিকা মালাকার। ধারাবাহিকের অন্তিম পর্বের সম্প্রচার কবে হবে, সেই দিনক্ষণও প্রকাশ্যে এসে গিয়েছে। কবে শেষ হচ্ছে ‘তোমাদের রানী’ (Tomader Rani)? ১০ মাস আগে সফর শুরু হয়েছিল অভিকা-অর্কপ্রভর সিরিয়ালের। অল্প সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছিল দুর্জয়-রানীর গল্প। যদিও গত কয়েক সপ্তাহে ধারাবাহিকের TRP খানিকটা কমেছে। বৃহস্পতিবার সকালে শোনা যায়, এই মেগা হয়তো শেষ হতে পারে। অবশেষে এদিনই ‘তেঁতুলপাতা’র স্লট ঘোষণা করে দেওয়া হয়। আগামী ৫ আগস্ট থেকে সন্ধ্যা ৬টার স্লটে শুরু হচ্ছে গৌরব চট্টোপাধ্যায় এবং ঋতব্রতা দে-র এই ধারাবাহিক (Bengali Serial)। তার আগেই সম্প্রচারিত হবে ‘তোমাদের রানী’র অন্তিম পর্ব। এই বিষয়ে এক সংবাদমাধ্যমের তরফ থেকে অভিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, খবরটা ঠিক। ‘তোমাদের রানী’ শেষ হচ্ছে। কয়েকদিন আগেই আমরা জানতে পারি। তবে শেষ শ্যুটিং কবে সেটা এখনও জানি না’। আরও পড়ুনঃ  মিথ্যে বলে দিনের পর দিন প্রেম! নীলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এই টেলি নায়িকার! দর্শকদের প্রিয় রানী আরও বলেন, ‘এই সফরটা আমি ভীষণ এনজয় করেছি। এটা আমার প্রথম কাজ, অনেককিছু শিখেছি। সেটে সবাই অনেক সাহায্য করেছে, সাপোর্ট করেছে। রানীর সফর হয়তো এইটুকুই ছিল। ভবিষ্যতে আমি আরও অনেককিছু করব’। কয়েকদিন আগেই জলসার আর এক ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’র অন্তিম পর্বের শ্যুটিং সম্পন্ন হয়েছে। দর্শকরা ভেবেছিলেন, ওই স্লটেই হয়তো ‘তেঁতুলপাতা’ শুরু হবে। অথবা অন্য কোনও মেগার হয়তো স্লট বদল করা হবে। তবে তেমনটা হল না। জানা যাচ্ছে, বিকেল সাড়ে পাঁচটার স্লটে আপাতত কোনও ধারাবাহিক না চালানোর সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা। আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে খবর। তাই ‘তেঁতুলপাতা’কে জায়গা করে দিতে কোপ পড়ল ‘তোমাদের রানী’র (Tomader Rani) ওপর।

বাংলা হান্ট 25 Jul 2024 5:42 pm

অভিযোগ প্রমাণিত হলে মমতাকে দিতে হবে ১১ কোটি ৫০ হাজার টাকা? মামলায় নয়া মোড়

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ রাজ্যপাল বোসের মানহানির মামলায় নয়া মোড়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা ঠুকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সেই মামলা চলছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে। এবার সেই সম্মানহানি প্রমাণিত হলে ১১ কোটি টাকা দেওয়ার আবেদন জানালেন রাজ্যপাল। মমতার (Mamata Banerjee) কাছে বিরাট দাবি রাজ্যপালের কেবল ১১ কোটিতেই শেষ নয়, পাশাপাশি কোর্ট ফি বাবদ ৫০ হাজার টাকাও দেওয়ার আবেদনও করা হয়েছে। মমতা-সহ চার জনের বিরুদ্ধে করা মামলায় এমনই আবেদন জানিয়েছেন বোস। যদিও মুখ্যমন্ত্রীর আইনজীবীর দাবি, তার মক্কেলের কোনও মন্তব্যের জেরে রাজ্যপালের মানহানি হওয়ার কোনও জায়গাই নেই। সিভি আনন্দ বোসের করা মানহানির মামলা বর্তমানে গড়িয়েছে ডিভিশন বেঞ্চে। সেখানেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে তার বাক স্বাধীনতা খর্ব হচ্ছে বলে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আগে এই মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, আগামী ১৪ অগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনও মানহানিকর বা অসত্য মন্তব্য করা যাবে না। এরপরই কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মমতা। বুধবার সেই মামলার শুনানিতে মমতার আইনজীবী তার মক্কেলের বাক স্বাধীনতা খর্ব হওয়ার বিষয়টি তুলে ধরেন। শুক্রবার এই মামলার শুনানি আছে। প্রসঙ্গত, সিঙ্গল বেঞ্চে এই মামলার আগের শুনানিতে বিচারপতি বলেছিলেন, রাজ্যপাল সাংবিধানিক প্রধান। তাই ওনার বিরুদ্ধে যাতে কোনও অবমাননাকর মন্তব্য করা না হয় সেই বিষয়ে নজর রাখতে হবে। মমতা-সহ চার জনকে রাজ্যপাল সম্পর্কে অপমানজনক মন্তব্য না করার নির্দেশ দেয় হাইকোর্ট। আরও পড়ুন:  মমতার দেওয়া অনুদানে কেনা যাবেনা মূর্তি, দশকর্মার খরচাও নয়, শুধুই ব্যায় করতে হবে এই খাতে সেই সময় হাইকোর্ট আরও জানায় আগামী ১৪ অগস্ট পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee), তৃণমূল নেতা কুণাল ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ও রিয়াদ হোসেন এই চার জনকে (যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল) রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক কোনও মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। গত মে মাসে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের কাছে। সেই নিয়ে বহু জল ঘোলা হয়। এরই মধ্যে দিল্লিতে এক নৃত্যশিল্পীকে ধর্ষণেরও অভিযোগও সামনে আসে। এরপর বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথকে ঘিরে যখন জটিলতা সৃষ্টি হলে এক প্রশাসনিক বৈঠক থেকে সম্প্রতি মমতা দাবি করেছিলেন, “মহিলারা আমাকে জানিয়েছেন রাজভবনে সাম্প্রতিক ঘটনাগুলির কারণে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন।” মমতা বলেন, ‘রাজভবনে যা কীর্তি-কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে। আমার কাছে অভিযোগ করেছে ওরা।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরেই মামহানির মামলা করেন রাজ্যপাল।

বাংলা হান্ট 25 Jul 2024 5:24 pm

বাজারে পতনের মাঝেই চমক দেখাল টাটা গ্রুপের এই শেয়ার, দু’হাতে টাকা কামালেন বিনিয়োগকারীরা

বাংলা হান্ট ডেস্ক: আজ শেয়ার বাজারে ব্যাপক পতন পরিলক্ষিত হয়েছে। ট্রেডিংয়ের সময়ে BSE সেনসেক্স ৬০০ পয়েন্টেরও বেশি কমেছে। কিন্তু টাটা গ্রুপের (Tata Group) টাটা মোটরসের (Tata Motors) শেয়ারে আশ্চর্যজনক বৃদ্ধি দেখা গিয়েছে। শুধু তাই নয়, বৃহস্পতিবার এই শেয়ার ৬.৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে পোঁছে যায় ১,০৯৪.০০ টাকায়। যেটি এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর। চমক দেখাল টাটা গ্রুপের (Tata Group) এই শেয়ার: এদিকে, গ্লোবাল ব্রোকারেজ ফার্ম নোমুরা টাটা গ্রুপের (Tata Group) এই শেয়ারটি আপগ্রেড করেছে এবং এর টার্গেট প্রাইস বাড়িয়ে ১,২৯৪ টাকা করেছে। গত সেশনে এটি ১,০২৭.৬৫ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু আজ দিন বাড়ার সাথে সাথে এই শেয়ারে গতি এসেছে এবং এটি ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই নোমুরা “নিউট্রাল” থেকে টাটা মোটরসের (Tata Group) শেয়ার আপগ্রেড করে সেটিকে “বাই” করেছে এবং এর টার্গেট প্রাইস বাড়িয়েছে। ব্রোকারেজ বলেছে যে প্রিমিয়াম থেকে লাক্সারিতে স্থানান্তর করা টাটা মোটরসের সাবসিডিয়ারি জেএলআর অত্যন্ত প্রতিযোগিতামূলক সেগমেন্টের ওপরে থাকতে সাহায্য করবে। উল্লেখ্য যে, ভারতে যাত্রীবাহী যানবাহণ এবং ইভির চাহিদার দুর্বলতার লক্ষণ দেখা গেছে। কিন্তু ২০২৫-এর অর্থবর্ষে Curvv এবং Harrier EV লঞ্চের মাধ্যমে ভলিউমকে সাপোর্ট করা যেতে পারে। নোমুরা বলেছে, “আমরা ২০২৫-২৭ অর্থবর্ষে ১৪ শতাংশ স্থিতিশীল মার্কেট শেয়ার বিবেচনায় নিয়েছি। আমরা ভলিউম বৃদ্ধির পূর্বাভাস সামান্য হ্রাস করে ৬ শতাংশ/ ৫ শতাংশ/ ৫ শতাংশ এবং EBITDA মার্জিন ৭.৩-৮ শতাংশের মধ্যে রেখেছি। আরও পড়ুন:  শুধু তেল এবং Jio নয়! মুকেশ আম্বানির ভাগ্য খুলে দিল আম, অনুর্বর জমিতেই “সোনা” পেল Reliance শেয়ার বাজারের অবস্থা: এদিকে, শেয়ার বাজারের প্রধান সূচক, সেনসেক্স এবং নিফটি, বৃহস্পতিবার টানা পঞ্চম সেশনে পতন হয়েছে। BSE-র ৩০-শেয়ার সূচক সেনসেক্স লেনদেনের সময় ৬৭১ পয়েন্ট কমে ৭৯,৪৭৭.৮৩ পয়েন্টে পৌঁছে যায়। NSE নিফটি ২০২.৭ পয়েন্ট পিছলে ২৪,২১০.৮০-তে নেমেছে। আরও পড়ুন:  ১৩ বছর বয়সে সেলসম্যান! মায়ের কাছ থেকে ১০,০০০ টাকা ধার নিয়ে ৩২,০০০ কোটির কোম্পানি বানালেন ইনি এদিকে, সেনসেক্স তালিকাভুক্ত সংস্থাগুলির মধ্যে, অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার প্রায় ৬ শতাংশ কমেছে। এর পাশাপাশি, জেএসডব্লিউ স্টিল, টাটা স্টিল, আইসিআইসিআই ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড, আল্ট্রাটেক সিমেন্ট এবং টাইটানের শেয়ারেও পতন ঘটে। তবে, টাটা মোটরস, লারসেন অ্যান্ড টুব্রো, এইচডিএফসি ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারগুলি লাভবানদের মধ্যে ছিল।

বাংলা হান্ট 25 Jul 2024 5:12 pm

রাজ্যবাসীর জন্য বিরাট উদ্যোগ মুখ্যমন্ত্রীর! এক ঘোষণায় ধন্য ধন্য করছে সকলে

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যবাসীর সুবিধার জন্য প্রায়ই নানান উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কয়েকদিন আগে যেমন সবজির মূল্যবৃদ্ধিতে হ্রাস টানতে উদ্যোগী হয়েছিলেন তিনি। এবার তাঁর নির্দেশেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য তৈরি করা হল একটি বিশেষ কমিটি। মমতার (Mamata Banerjee) নির্দেশে তৈরি এই কমিটির কাজ কী হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার সদস্যের একটি কমিটি তৈরির নির্দেশ দিয়েছিলেন। জানা যাচ্ছে, সম্প্রতি পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য ৪ সদস্যের এই বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। সূত্রের খবর, যারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে চান, তাঁদের এই বিশেষ কমিটির কাছে নিজেদের অভিযোগ জানাতে হবে। কীভাবে এই কমিটি কাজ করবে? এই কমিটির কাজ কী হবে? এই বিষয়ে নবান্নের (Nabanna) তরফ থেকে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে খবর। চার সদস্যের এই বিশেষ কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার। সেই সঙ্গেই রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকেও রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। আরও পড়ুনঃ  সাংসদ হয়েই বিতর্কে অভিজিৎ! লোকসভায় দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতি যা বললেন … তোলপাড় দেশ! এদিকে আবার বৃহস্পতিবারই নীতি আয়োগের বৈঠক হওয়ার কথা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কোন কোন বিষয় তুলে ধরতে পারেন সেই বিষয়ে মিডিয়া রিপোর্ট থেকে খানিক আঁচ পাওয়া যাচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রের কাছে ফের বরাদ্দের দাবি, গঙ্গা ভাঙন রোধ করার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের কথা বলা হতে পারে। সেই সঙ্গেই জানা যাচ্ছে, সুন্দরবন সহ বাকি উপকূলবর্তী অঞ্চলে বারবার প্রাকৃতিক বিপর্যয় রুখতে বাঁধ তৈরির জন্য স্থায়ী পরিকল্পনা এবং তার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের কথা বলা হতে পারে  বলে অনুমান করা হচ্ছে। শেষ অবধি বৈঠকে কোন কোন বিষয় উঠে আসে আপাতত সেদিকেই নজর সকলের।

বাংলা হান্ট 25 Jul 2024 5:07 pm

শুধু তেল এবং Jio নয়! মুকেশ আম্বানির ভাগ্য খুলে দিল আম, অনুর্বর জমিতেই “সোনা”পেল Reliance

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশ তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত মুকেশ আম্বানি (Mukesh Ambani) প্রায় সবসময় তিনি থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তেল থেকে শুরু করে Reliance Jio এবং রিটেল সেক্টরের মতো বিভিন্ন ক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষতার সাথে তাঁর ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যদিও, মুকেশ আম্বানি (Mukesh Ambani) এখন কৃষিক্ষেত্রেও ক্রমাগত প্রভাব বিস্তার করছেন। শুধু তাই নয়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে তিনি কোম্পানিটিকে বিশ্বের অন্যতম বৃহত্তম আম রপ্তানিকারক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। অনেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত নন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। কৃষিক্ষেত্রেও প্রভাব বিস্তার মুকেশ আম্বানির (Mukesh Ambani): দূষণ যখন সমস্যা সৃষ্টি করছিল: জানিয়ে রাখি যে, ১৯৯৭ গুজরাটের জামনগরের শোধনাগার থেকে হওয়া দূষণ একটি বড় সমস্যা হয়ে উঠছিল। তারপর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর থেকে পরিত্রাণ পেতে এমন একটি সমাধান নিয়ে আসে যে আজ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। কোম্পানিটি দূষণ কমাতে এবং সরকারি নিয়ম মেনে আশেপাশের অনুর্বর জমিকে একটি বিশাল আমের বাগানে রূপান্তর করার সিদ্ধান্ত নেয়। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল দূষণ কমানোর পাশাপাশি শোধনাগারের চারপাশে একটি সবুজ বেল্ট তৈরি করা। ৬০০ একর জমিতে লাগানো হয় ১.৩ লক্ষ আম গাছ: ৬০০ একর জুড়ে বিস্তৃত এই আম বাগানটির নামকরণ করা হয়েছে রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির নামে। ওই বাগানে দুই শতাধিক জাতের প্রায় ১.৩ লক্ষ আম গাছ রয়েছে। ওই এলাকার অধিক লবণাক্ত ও শুষ্ক জমিতে আম গাছের ভালো উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়েছে রিলায়েন্স। এই কৌশলে নোনা জলকে পরিষ্কার জলে রূপান্তরিত করার জন্য একটি প্ল্যান্ট ছিল। এই প্ল্যান্টের মাধ্যমে দূষণ অনেকাংশে কমেছে। এছাড়াও, উন্নত কৃষি কৌশল যেমন জল সংগ্রহ, ড্রিপ সেচ এবং একই সাথে সার প্রয়োগ করা হয়েছিল। আরও পড়ুন:  ১৩ বছর বয়সে সেলসম্যান! মায়ের কাছ থেকে ১০,০০০ টাকা ধার নিয়ে ৩২,০০০ কোটির কোম্পানি বানালেন ইনি প্রতি বছর ৬০০ টন আম উৎপাদন হয়: প্রসঙ্গত উল্লেখ্য, মুকেশ আম্বানির এই বাগানে একাধিক জাতের আম রয়েছে। এর মধ্যে দেশের বিখ্যাত জাত কেসার, আলফোনসো, রত্না, সিন্ধু, নীলম ও আম্রপালির মতো আম। এছাড়াও ফ্লোরিডা থেকে আসা টমি অ্যাটকিনস, কেন্ট অ্যান্ড লিলি, ইজরায়েলের কিট ও মায়া প্রভৃতি বিদেশি জাত উৎপাদন করা হয়। রিলায়েন্স প্রতি বছর এই বাগান থেকে প্রায় ৬০০ টন আম উৎপাদন করে। এদিকে, রিলায়েন্স কেবল দেশেই নয় বরং এশিয়ার বৃহত্তম আম রপ্তানি সংস্থা হিসেবে আবির্ভূত হয়েছে। এমতাবস্থায় আম রপ্তানির ক্ষেত্রে আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স দেশ ও বিশ্বের শীর্ষ সংস্থাগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়েছে। আরও পড়ুন:  সর্বনাশ! আচমকাই এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, আপনার অ্যাকাউন্ট নেই তো? এদিকে, আমের ব্যবসা ছাড়াও প্রতি বছর রিলায়েন্স জামনগরের কৃষকদের এক লক্ষ আমের চারা বিতরণ করে। এছাড়াও, কৃষকদের জন্য রিলায়েন্স কর্তৃক নতুন কৃষি কৌশলের ওপর ভিত্তি করে ট্রেনিং সেশনেরও আয়োজন করা হয়।

বাংলা হান্ট 25 Jul 2024 5:03 pm

মিথ্যে বলে দিনের পর দিন প্রেম! নীলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এই টেলি নায়িকার!

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনের ‘হ্যান্ডসাম হাঙ্ক’দের মধ্যে একজন তিনি। একাধিক সুপারহিট সিরিয়ালে (Bengali Serial) নায়কের চরিত্রে দেখা গিয়েছে নীল ভট্টাচার্যকে। এবার তাঁর বিরুদ্ধেই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রেম করার অভিযোগ! সেই অভিযোগ এনেছেন বাংলা টেলিভিশনেরই এক জনপ্রিয় অভিনেত্রী! টেলি (Bengali Serial) নায়ক নীলের বিরুদ্ধে চরম অভিযোগ! স্টার জলসার ‘ঠিক যেন লাভস্টোরি’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখেন নীল (Neel Bhattacharya)। এরপর আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। ‘কৃষ্ণকলি’ থেকে শুরু করে ‘বাংলা মিডিয়াম’, একের পর এক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। শীঘ্রই জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হতে চলেছে নীলের নতুন ধারাবাহিক ‘অমর সঙ্গী’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই মেগার প্রথম প্রোমো। আসন্ন এই সিরিয়ালে নীলের বিপরীতে দেখা যাবে ‘গুড্ডি’ খ্যাত শ্যামৌপ্তি মুদলিকে (Shyamoupti Mudly)। তাঁর চরিত্রের নাম শ্রী, অন্যদিকে নীলের চরিত্রের নাম রাজ। প্রোমোর শুরুতেই দেখা যাবে, লাল রঙের এক বিলাসবহুল গাড়ি থেকে নামছে রাজ এবং শ্রী। একসঙ্গে বৃষ্টিতে ভিজতেও দেখা যায় তাদের। এরপরেই আসে টুইস্ট। আরও পড়ুনঃ  সুধার সামনে ফেল জ্যাস! পর্ণা-ফুলকি কত পেল? চমকে দেবে এবারের TRP তালিকা শ্রী-কে নিয়ে বিরাট গাড়িতে চেপে ঘুরলেও রাজের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। বড়লোক বাড়ির মেয়েকে পটাতে গাড়ি থেকে জামা সবটাই ভাড়া করেছে সে। যদিও রাজের বিশ্বাস, একদিন অনেক বড় বাড়ি হবে তার। এমনকি শ্রী তাকে ভুল বুঝবে না বলেও মনে করে সে। তাই রাজের বোন যখন তাকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে বড়দা, হবু বৌদি যদি সবটা জেনে যায়, তাহলে তোকে আর ভালোবাসবে তো? রাজ বুক চিতিয়ে জবাব দেয়, শ্রী-কে আমি এতটা ভালোবাসব যে ও আমায় বুঝবে না।   View this post on Instagram   A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial) একথা বলার পরেই সেখানে হাজির হয় শ্রী। দু’চোখে জল নিয়ে সে রাজকে জিজ্ঞেস করে, আমায় যদি ভালোই বাসলে, তাহলে মিথ্যের আশ্রয় কেন নিলে? আশা করি বুঝতেই পারছেন, নীলের বিরুদ্ধে মিথ্যে বলে প্রেম করার অভিযোগ উঠেছে রিল লাইফে। বাস্তবে নয়, বরং সিরিয়ালে (Bengali Serial) ঘটেছে এই ঘটনা। রাজ-শ্রী-র সম্পর্ক এরপর কোন দিকে মোড় নেয় এবার এটাই দেখার।

বাংলা হান্ট 25 Jul 2024 4:52 pm

সুধার সামনে ফেল জ্যাস! পর্ণা-ফুলকি কত পেল? চমকে দেবে এবারের TRP তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) ‘রেজাল্ট’ বেরনোর দিন। জি বাংলা না স্টার জলসা, কোন চ্যানেল বেঙ্গল টপারের শিরোপা দখল করল তা জানা যায় এদিন। এবার যেমন টিআরপি তালিকায় বাজিমাত করেছে ‘শুভ বিবাহ’। নায়ক-নায়িকার বিয়ে দেখাতেই হু হু করে বেড়েছে এই মেগার পয়েন্ট। বেঙ্গল টপার হল কোন ধারাবাহিক (Bengali Serial)? স্টার জলসার (Star Jalsha) পর্দায় সদ্য পথচলা শুরু হয়েছে তেজ-সুধার। গত সপ্তাহে চতুর্থ স্থান অর্জন করেছিল ‘শুভ বিবাহ’। তবে এই সপ্তাহে নায়ক-নায়িকার বিয়ে দেখিয়ে বাজিমাত করেছে এই মেগা। বিয়ের আসরে তেজ জানতে পেরেছে সুধা ডিভোর্সী। এক ঝটকায় ভেঙে খানখান হয়ে গিয়েছে তার বিশ্বাস। উত্তেজনায় ভরপুর এই ট্র্যাক দেখিয়ে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এই সিরিয়াল। অন্যদিকে গত সপ্তাহে সিংহাসন হারালেও এই সপ্তাহে দুর্দান্ত কামব্যাক করেছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’। ৭.১ পয়েন্ট সহ বেঙ্গল টপারের আসন দখল করেছে তারা। যদিও একা নয়, ‘ফুলকি’র সঙ্গে যৌথভাবে প্রথম হয়েছে এই সিরিয়াল। জি বাংলার দুই ধারাবাহিকেরই প্রাপ্ত পয়েন্ট ৭.১। আরও পড়ুনঃ  ভাঙছে যীশু-নীলাঞ্জনার সংসার? এবার বিরাট ‘কাণ্ড’ বাঁধালেন বড় মেয়ে সারা! তোলপাড় টলিপাড়া TRP তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জলসার ‘কথা’। তাদের প্রাপ্ত পয়েন্ট ৬.৩। যৌথভাবে চতুর্থ স্থান দখল করেছে ‘রোশনাই’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’ (৬.২)। অন্যদিকে ৬.১ নম্বর সহযোগে পঞ্চম স্থান দখল করেছে প্রতীক সেনের ‘উড়ান’। এক নজরে সেরা ১০ ধারাবাহিকের TRP তালিকা প্রথম- নিম ফুলের মধু, ফুলকি (৭.১) দ্বিতীয়- শুভ বিবাহ (৬.৭) তৃতীয়- কথা (৬.৩) চতুর্থ রোশনাই, কোন গোপনে মন ভেসেছে (৬.২) পঞ্চম- উড়ান (৬.১) ষষ্ঠ- অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী (৫.৯) সপ্তম- গীতা এলএলবি (৫.৭) অষ্টম- বঁধুয়া (৫.৩) নবম- হরগৌরী পাইস হোটেল, মিঠিঝোরা (৪৫ মিনিট) (৪.৭) দশম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৪.৫) স্টার জলসার নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘শুভ বিবাহ’ টিআরপি তালিকায় কামাল দেখালেও, জি বাংলার ‘মালা বদল’ এবং ‘পূবের ময়না’ তেমন ভালো পয়েন্ট আনতে পারেনি। ৪৫ মিনিট সম্প্রচারিত হয়েও ‘মালা বদল’এর পয়েন্ট মাত্র ৩.২। অন্যদিকে ‘পূবের ময়না’ ৩-এর গণ্ডিও টপকাতে ব্যর্থ।

বাংলা হান্ট 25 Jul 2024 3:14 pm

মমতার দেওয়া অনুদানে কেনা যাবেনা মূর্তি, দশকর্মার খরচাও নয়, শুধুই ব্যায় করতে হবে এই খাতে

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর গন্ধ এসেছে। আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই দেবীর আগমন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja) আর মাত্র দু’মাস বাকি। ইতিমধ্যে পুজো কমিটিগুলি জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এরই মাঝে তাদের আনন্দ-উৎসাহ ডবল করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেওয়া অনুদান (Donation)। দুর্গা পূজায় (Durga Puja) মমতার দেওয়া অনুদান ব্যয় কেবল এই খাতে এবার রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটির জন্য এক লাফে ১৫০০০ টাকা অনুদান বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। আগের বার ৭০,০০০ টাকা করে অনুদানের ঘোষণা করা হয়েছিল। আর এবার অনুদান বেড়েছে হয়েছে ৮৫০০০। ২০২৫-এ পুজোর অনুদান ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মোটা অনুদানের পাশাপাশি পাশাপাশি ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুব সহ বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি ধরছে না পুজো কমিটিগুলির। কিন্তু ওই অর্থ কোন কোন খাতে খরচ যাবে সেই নিয়ে রয়েছে বিস্তর নিয়ম। রাজ্য সরকার তরফে দুর্গাপুজোর জন্য অনুদান দেওয়া হলেও সে টাকা পুজোর কাজে খরচা করা যায় না। প্রতিমা কেনা হোক, কিংবা পুরোহিত বা দশকর্মার খরচ এসব কোনো খাতেই সেই টাকা ব্যয় করা যায় না। অনুদানের টাকা খরচ করতে হয় সাধারণ মানুষের স্বার্থে কিছু করার জন্য (যেমন ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের প্রচার, গরিব মানুষকে বস্ত্রবিতরণ ইত্যাদি)। তবে শুধু খরচ করলেই হবে না, সেই নথিও জমা করতে হবে। তবেই পরের বছরের অনুদান দেওয়া হবে। আরও পড়ুন:  ‘কোনো টাকা নেই..,’ জানিয়ে দিল পর্ষদ, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় ‘ধাক্কা’ আগে এই অনুদান নিয়ে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। এরপর ২০২২ সালে পুজোর (Durga Puja) আগে রাজ্যকে ৬টি শর্ত দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল অনুদানের অর্থ ব্যয় সংক্রান্ত নথি হাই কোর্টে জমা দিতে হবে তিন মাসের মধ্যে। এরপর থেকেই এই অনুদানের খরচ নিয়ে পুজো কমিটিগুলোর উপর নথি জমা দেওয়ার কড়াকড়ি শুরু করে রাজ্য। কোন খাতে কত টাকা খরচ হচ্ছে তার সব দেখাতে হয় বিলে। যদিও উদ্যোক্তাদের দাবি, ‘‘বিল জমা করাটা কোনও সমস্যা নয়।’’

বাংলা হান্ট 25 Jul 2024 3:12 pm

১৩ বছর বয়সে সেলসম্যান! মায়ের কাছ থেকে ১০,০০০ টাকা ধার নিয়ে ৩২,০০০ কোটির কোম্পানি বানালেন ইনি

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক সফল মানুষের সফলতার মধ্যেই লুকিয়ে থাকে এক অদম্য লড়াইয়ের কাহিনি (Success Story)। যে কাহিনি উদ্বুদ্ধ করে বাকিদের। বর্তমান প্রতিবেদনেও আজ আমরা আপনাদের কাছে ঠিক সেইরকমই এক লড়াকু ব্যক্তির প্রসঙ্গ উপস্থাপিত করব। যাঁর ভারতীয় পোশাকের ব্র্যান্ড “মান্যবর” (Manyavar) ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে দেশ এবং আন্তর্জাতিক মহলেও। আর এই ব্র্যান্ড তৈরির পেছনে যিনি রয়েছেন তিনি হলেন রবি মোদী। নজির (Success Story) গড়েছেন রবি: মূলত, তাঁর তৈরি বেদান্ত ফ্যাশনস, “মান্যবর,” থেকে শুরু করে “মোহে,” “মন্থন,” “মেবাজ,” এবং “ত্বামেভ” সহ বিখ্যাত ব্র্যান্ডের মালিক। ২০২২-এ তাঁর সংস্থার IPO সামনে আসে। এমতাবস্থায়, গত বছর রবি মোদী ভারতের অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, মোদী ১৩ বছর বয়সে প্রথম তাঁর বাবার পোশাকের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করেন। তারপরে, তিনি একটা সময়ে সেই দোকানের নেতৃত্ব দিতে শুরু করেছিলেন। ২০০২ সালে, রবি মোদীঐতিহ্যবাহী ভারতীয় পোশাক তৈরির জন্য কলকাতায় তাঁর ছেলের নামে নামকরণ করা বেদান্ত ফ্যাশনস প্রতিষ্ঠা (Success Story) করেন। সবথেকে অবাক করার মত বিষয় হল, তিনি তাঁর মায়ের কাছ থেকে ধার করা মাত্র ১০,০০০ টাকা দিয়ে এটি শুরু করেছিলেন। তারপরে, তিনি ভারতীয় পোশাক তৈরি করতে শুরু করেন এবং ভারতের বিভিন্ন রাজ্যের বাজারে অত্যন্ত সফলতার (Success Story) সাথে প্রবেশ করে “মান্যবর”-এর ভিত্তি স্থাপন করেন। ধীরে ধীরে তাঁর সংস্থা জনপ্রিয়তা অর্জন করে এবং বিবাহের পোশাক হিসেবেও আলাদা পরিচিতি তৈরি করে। আরও পড়ুন:  সর্বনাশ! আচমকাই এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, আপনার অ্যাকাউন্ট নেই তো? বর্তমানে, “মান্যবর” একটি বিখ্যাত এবং ভারতীয় বিবাহের পোশাকের ক্ষেত্রে আইকনিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। যা পুরুষদের কুর্তা, শেরওয়ানি এবং জ্যাকেটের জন্য বিখ্যাত (Success Story) । পাশাপাশি, মহিলাদের লেহেঙ্গা, শাড়ি এবং ট্রেন্ডিং ডিজাইনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, বিরাট কোহলি থেকে শুরু করে অনুষ্কা শর্মা, রণবীর সিং, আলিয়া ভাট এবং কার্তিক আরিয়ানের মতো বিখ্যাত তারকারাও এই ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছেন। আরও পড়ুন:  কারও পৌষ মাস, কারও সর্বনাশ! বাজেটের পরেই বিরাট লোকসান আম্বানির, লাফিয়ে সম্পদ বাড়ল আদানির এদিকে বর্তমানে এই সংস্থার ৬৬২ টি স্টোর রয়েছে। যার মধ্যে ভারতের ২৪৮ টি শহরে এগুলি রয়েছে এবং ১৬ টি আন্তর্জাতিক স্টোরও রয়েছে। এমতাবস্থায়, সামগ্রিকভাবে ব্যবসায়ে ক্রমবর্ধমান ও দ্রুত সাফল্যের কারণে ২০২৩ সালের এপ্রিলে রবি মোদীর মোট সম্পদের পরিমাণ ২.৫ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ৩ বিলিয়ন ডলার হয়ে যায়। এদিকে, ২০২২ সালের বিশ্বের শ্রেষ্ঠ বিলিয়নেয়ারদের তালিকায় ১,২৩৮ নম্বর স্থানে ছিলেন তিনি। এছাড়াও, ফোর্বস অনুসারে তিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৬৪ তম (Success Story) স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ২৮,০০০ কোটি টাকা। তবে, বেদান্ত ফ্যাশনসের মোট ভ্যালুয়েশন হল ৩২,০০০ কোটি টাকা।

বাংলা হান্ট 25 Jul 2024 2:51 pm

‘এটিই’বাংলার সবচেয়ে ‘ধনী’জেলা! কলকাতা কোন পজিশনে আছে জানেন?দেখুন, চমকে দেওয়া রিপোর্ট

বাংলাহান্ট ডেস্ক : নীতি আয়োগের রিপোর্ট প্রকাশিত হয় ২০২৩ সালে। সেই রিপোর্টে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন জেলার অর্থনৈতিক অবস্থা কেমন। ২০১৫-১৬ এবং ২০১৯-২০২১ সালে পশ্চিমবঙ্গে ‘মাল্টিডায়মেনশনাল পভার্টি ইনডেক্স’ তুলনা করে দেখা যায় আগের থেকে উন্নতি হয়েছে বাংলার অর্থনৈতিক অবস্থার। পশ্চিমবঙ্গের (West Bengal) ধনী জেলাগুলির মধ্যে কলকাতার (Kolkata) অবস্থান বলতে পারবেন ২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী বাংলার মধ্যে সবথেকে ধনী জেলা (Richest Districts) কোনটি? শুধু অর্থের ভিত্তিতে নয়, এই রিপোর্ট তৈরি হয়েছে শিক্ষা, পুষ্টি-সহ জীবনের বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে। এই রিপোর্টে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সব থেকে ধনী জেলা হল কলকাতা ( Kolkata)। আরোও পড়ুন :  কড়া বার্তা দিল নবান্ন! একই থাকবে আলুর দাম? নাকি কমবে? আমজনতার জন্য এবার নয়া আপডেট পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা (Kolkata) ও এটি বাংলার সব থেকে বৃহত্তম শহর। পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র কলকাতা (Kolkata)। এই রিপোর্টে বলা হয়েছে বাংলার অন্যান্য জেলার তুলনায় কলকাতায় মাথাপিছু আয় অনেকটাই বেশি। বেশ কিছু বড় সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত কলকাতায়।  আরোও পড়ুন :  ওরেব্বাবা! এত্ত বড় নাম রেল স্টেশনের! এক নিঃশ্বাসে উচ্চারণ করাই তো চ্যালেঞ্জ! জানেন কোথায়? এছাড়াও পর্যটনে কলকাতার গুরুত্ব বেশ চোখে পড়ার মতো। অর্থনৈতিক ক্ষেত্রে পর্যটন শিল্পের অবদান অনস্বীকার্য। অন্যান্য জেলার তুলনায় তাই অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা (Kolkata)। এছাড়াও পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার। বেশ কিছু বড় কারখানা ও মিল রয়েছে এই জেলায়। এছাড়া বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হুগলি জেলার। পাশাপাশি অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে রয়েছে হাওড়া জেলাও। ২০১৫-১৬ সালের রিপোর্টে বলা হচ্ছে, কলকাতার জনসংখ্যার ২.৭২ শতাংশ মানুষ রয়েছেন দারিদ্রসীমার নিচে। তবে এই রিপোর্টের পরবর্তী রিপোর্টে সেটি পরিবর্তিত হয়েছে। ২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী ২.৫৬ শতাংশ মানুষ কলকাতায় রয়েছেন দারিদ্রসীমার নিচে।

বাংলা হান্ট 25 Jul 2024 2:49 pm

কড়া বার্তা দিল নবান্ন! একই থাকবে আলুর দাম? নাকি কমবে? আমজনতার জন্য এবার নয়া আপডেট

বাংলাহান্ট ডেস্ক : ক্রমাগত বেড়ে চলেছে আলুর (Potato Price) দাম। এই আবহে বুধবার নবান্ন থেকে এল কড়া বার্তা। জানা গেছে, একটি বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন, বেশিদিন আলু (Potato) হিমঘরে মজুত করা চলবে না। প্রয়োজন হলে হিমঘর অভিযান হবে। বুধবার নবান্নের (Nabanna) পক্ষ থেকে কড়া বার্তা আসার পর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তুলে নেয় কর্মবিরতি। আলুর (Potato) মূল্য একই থাকবে নাকি কমবে? সূত্রের খবর, এদিন নবান্ন থেকে কড়া বার্তায় জানানো হয় বেশি দিন আলু (Potato) মজুত করে রাখা যাবে না হিমঘরে। যদি দরকার হয় তাহলে হিমঘর অভিযান হবে। নবান্নের এই কড়া বার্তার পরই নিজেদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। জানা গেছে, বুধবার কৃষি দফতরের সচিব, জেলাশাসক ও পুলিশকর্তাদের বৈঠকে মুখ্যসচিব জানান, হিমঘরের ২০ শতাংশ আলুর মালিকানা রয়েছে রাজ্য সরকারের। আরোও পড়ুন :  ওরেব্বাবা! এত্ত বড় নাম রেল স্টেশনের! এক নিঃশ্বাসে উচ্চারণ করাই তো চ্যালেঞ্জ! জানেন কোথায়? সেই আলু (Potato) বাজারে এনে বাড়াতে হবে জোগান। তারপর প্রয়োজন হলে রাজ্য সরকার ২৬ টাকা দরে আলু কিনে বিক্রি করবে সুফল বাংলা ও সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, প্রশাসন মনে করছে যদি বাজারে আলুর জোগান বৃদ্ধি পায় তাহলে কমতে পারে দাম। জোগান বৃদ্ধির জন্য রাজ্য সরকার ভিন রাজ্যে আলু (Potato) পাঠানো বন্ধ করেছে। সেই প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আরোও পড়ুন :  আরেব্বাস! মাইনে ৫০ হাজার! জনপ্রিয় ‘এই’ সংস্থায় চলছে কর্মী নিয়োগ, মিস করলেই হাত কামড়াবেন সেই সমস্যার সমাধানে বুধবার বৈঠকের আয়োজন করা হয় হুগলির হরিপালে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক-সহ অন্যান্যরা। বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় কর্মবিরতি প্রত্যাহার করার। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার কথায়, ‘এই পরিস্থিতিতে তাদের পদ্ধতিগত ত্রুটি ছিল। মানুষের স্বার্থে তারা কর্ম বিরতি প্রত্যাহার করে নিল।২৬টাকা মূল্যে হিমঘর থেকে আলু বের হবে। আজ থেকে হিমঘর থেকে আলু বের হবে। এবং আগামী কাল থেকেই দাম নিয়ন্ত্রণে আসবে।’   প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানান, ‘আমরা কর্মবিরতি থেকে সরে এলাম। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে আমাদের পদ্ধতি গত কিছু ভুল ছিল। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদন করলাম। আগামীকাল থেকে আলু বিভিন্ন বাজারে যাওয়া শুরু হলেই দাম নিয়ন্ত্রন এ চলে আসবে। আগে হিমঘর থেকে আলু বের হবার মূল্য ছিল ২৫থেকে ২৬টাকা, সেই দামই বজায় থাকবে।’  

বাংলা হান্ট 25 Jul 2024 2:22 pm

অনন্তের দাবিতে অস্বস্তিতে বিজেপি! কী এমন চাইলেন মহারাজ? ফাঁস হতেই তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের সময় থেকেই অনন্ত মহারাজের (Anant Maharaj) ক্ষোভের কথা শোনা যাচ্ছে। এবারের ভোটে কোচবিহারে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। অনেকের অনুমান, অনন্তের ‘রাগে’র প্রভাব পড়েছে ভোটে! এবার তাঁর আর এক দাবিতে পদ্ম শিবির (BJP) অস্বস্তিতে পড়েছে বলে খবর। অনন্তের কোন দাবিতে ‘অস্বস্তি’তে গেরুয়া শিবির (BJP)? এবারের লোকসভা নির্বাচনের সময় ‘পৃথক রাজ্যে’র দাবিতে কোনও রকম উৎসাহ দেখায়নি বিজেপি (BJP)। এই নিয়ে একটা দ্বন্দ্ব ছিল বলে খবর। এবার ভোট সম্পন্ন হওয়ার মাস দুয়েকের মাথায় সংসদেই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ালেন পদ্ম শিবিরের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বার্তাও দিলেন। বহুদিন ধরেই কোচবিহারকে (Cooch Behar) কেন্দ্রশাসিক অন্দল করার দাবি জানাচ্ছেন অনন্ত মহারাজ। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সূত্রে জানা যাচ্ছে, তাঁদের তরফ থেকে জানানো পৃথক রাজ্যের এই দাবি মানা হবে এই প্রতিশ্রুতি দিয়েই অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানো হয়েছে। যার বদলে পদ্ম শিবিরের নজর ছিল রাজবংশী ভোটের ওপর। তবে নির্বাচন ঘোষণার পরেই এই নেতা একগুচ্ছ ক্ষোভ উগড়ে দাবি করেন, অমিত শাহ নাকি ফোন করে তাঁকে জানিয়ে দিয়েছেন কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হচ্ছে না। আরও পড়ুনঃ  হাইকোর্টে মামলা দায়ের পরাজিত ৫ BJP প্রার্থীর! পাঁচ বিচারপতির হাতে পাঠানো হল মামলা এই আবহে গতকাল রাজ্যসভায় কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সরব হন অনন্ত। তিনি বলেন, পশ্চিমবঙ্গ এবং অসমে কোচবিহারের অন্তর্ভুক্তি অবৈধ, অসাংবিধানিক ও জনগণের ইচ্ছাবিরোধী। সংগঠনের দাবি, পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে গ্রেটার কোচবিহার বানানো হোক। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও অনন্ত মহারাজ দাবি জানিয়েছিলেন বলে খবর। স্বাধীনতা পরবর্তী সময় থেকে কোচবিহারের মানুষের প্রতি যে অবিচার হচ্ছে সেটা যেন শোধরানো হয়, শাহের কাছে তিনি এদিন সেই দাবি জানান। এদিকে বিজেপি (BJP) যে অনন্তের এই দাবির পাশে নেই তা স্পষ্ট করে দিয়েছেন পদ্ম শিবিরের আর এক রাজ্যসভার সাংসদ তথা রাজ্যে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘বিজেপি খণ্ড-বিখণ্ডে বিশ্বাসী নয়। পশ্চিমবঙ্গের এখনকার সীমারেখা বজায় রাখাই হল বিজেপির নীতি’।

বাংলা হান্ট 25 Jul 2024 2:16 pm

‘কোনো টাকা নেই..,’জানিয়ে দিল পর্ষদ, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় ‘ধাক্কা’

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে কঙ্কালসার দশা রাজ্যের। যত দিন যাচ্ছে তত অভিযোগ বাড়ছে। প্রাথমিক থেকে এসএসসি সব ক্ষেত্রেই কেলেঙ্কারির অভিযোগ তুলে আদালতে চলছে একাধিক মামলা। এখনও নিস্পত্তি হয়নি। এরই মাঝে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের টাকা দিতে পারবে না বলে সিবিআই-কে (CBI) চিঠি দিয়ে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় (Recruitment Scam) প্রসঙ্গত প্রাথমিকে নিয়োগের মামলায় (Primary Recruitment Scam) ওএমআর শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ ছিল, ২০১৪ সালের প্রাথমিকের নষ্ট করা OMR এর ডিজিট্যাল কপিগুলোকে যে কোনও মূল্যে উদ্ধার করতে হবে। বিচারপতি বলেছিলেন, এই বিষয়ে প্রয়োজন হলে দেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির কোনো সংস্থা, উইপ্রো কিংবা টিসিএস-এর মতো সংস্থারও সাহায্য নিতে পারে সিবিআই। বিশেষ প্রয়োজনে সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে বিশ্বের যে কোনও সংস্থাকে নিয়োগ করা হোক। তিনি আরও বলেছিলে এই মামলায় ওএমআর এর তথ্য খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তা উদ্ধার করতে যে খরচ হবে, তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতেই সম্প্রতি নিজাম প্যালেসে পর্ষদের তরফ থেকে একটি চিঠি পাঠিয়ে বলা হয়েছে, তারা এই খরচ দিতে পারবে না। এই বিষয়টি হাইকোর্টকেও জানাতে চলেছে পর্ষদ। কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দশের পরই ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি ও পর্ষদের অফিস থেকে প্রচুর সার্ভার ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। আরও পড়ুন:  স্কুল, কলেজ অতীত! এবার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা, বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পাশাপাশি পর্ষদে তল্লাশি চালিয়ে মিলেছিল ৬টি হার্ড ডিস্ক যাতে ডিজিটালাইজড্ মেধা তালিকা থেকে নিয়োগ তালিকা ছিল। অবিলম্বে সেগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্যও পাঠানোর কথা ছিল। কিন্তু এরই মাঝে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) বেঁকে বসল পর্ষদ।

বাংলা হান্ট 25 Jul 2024 1:51 pm

হাইকোর্টে মামলা দায়ের পরাজিত ৫ BJP প্রার্থীর! পাঁচ বিচারপতির হাতে পাঠানো হল মামলা

বাংলা হান্ট ডেস্কঃ এবারের লোকসভা ভোটে ৪২টি আসনের মধ্যে মাত্র ১২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। ২৯টি আসনে বাজিমাত করেছে তৃণমূল। তবে এর মধ্যেই পাঁচটি লোকসভা কেন্দ্রের ভোটকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বাতিলের দাবি জানিয়েছেন ওই পাঁচ আসনের পরাজিত বিজেপি প্রার্থী। হাইকোর্টে (Calcutta High Court) পরাজিত BJP প্রার্থীদের মামলায় নয়া মোড়! ঘাটাল, ডায়মন্ড হারবার, বসিরহাট, কোচবিহার এবং আরামবাগ, রাজ্যের এই পাঁচ কেন্দ্রের ভোটকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এবার এই পাঁচ মামলা হাইকোর্টের (Calcutta High Court) পৃথক পাঁচজন বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হল। বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলাগুলির বেঞ্চ নির্দিষ্ট করে দিয়েছেন। প্রধান বিচারপতি জানান, ঘাটালের ইলেকশন পিটিশনের (Election Petition) মামলা শুনবেন বিচারপতি বিভাস পট্টনায়েকের বেঞ্চ, ডায়মন্ড হারবারের মামলা পাঠানো হয়েছে বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়, বসিরহাটের মামলা শুনবেন বিচারপতি কৃষ্ণ রাও। কোচবিহার এবং আরামবাগের মামলা শুনবেন যথাক্রমে বিচারপতি সুগত মজুমদার এবং বিচারপতি বিভাসরঞ্জন দে। আরও পড়ুনঃ  ‘এক বছরের জন্য…’! হাইকোর্টের ৯ বিচারপতিকে নিয়ে বড় নির্দেশ কলেজিয়ামের, শোরগোল রাজ্যে ভোটের দিন থেকেই বাংলার ওই পাঁচ কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছিল বিজেপি। প্রার্থীরা আগেই জানিয়েছিলেন, তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। সেই অনুসারে ঘাটালের পদ্ম প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, ডায়মন্ড হারবারের অভিজিৎ দাস, বসিরহাটের রেখা পাত্র, কোচবিহারের নিশীথ প্রামাণিক এবং আরামবাগের অরূপকান্তি দিগর কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ইলেকশন পিটিশন দাখিল করেন। এবার এই পাঁচ মামলা পৃথক পাঁচজন বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হল। ঘাটালের BJP প্রার্থী হিরণ নির্বাচনের দিন থেকেই কারচুপির অভিযোগ করছেন। ভোট বাতিলের দাবি জানিয়েছেন তিনি। ডায়মন্ড হারবার এবং কোচবিহারেও একই অভিযোগ আনা হয়েছে। বসিরহাটে আবার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের হলফনামায় ত্রুটি রয়েছে বলে অভিযোগ এনেছেন পদ্ম প্রার্থী রেখা। ‘নো ডিউজ সার্টিফিকেট’ ছিল না বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে আরামবাগে যেভাবে ভোট হয়েছে সেটা তিনি মানেন না বলে জানিয়েছেন BJP প্রার্থী অরূপকান্তি দিগর।

বাংলা হান্ট 25 Jul 2024 1:37 pm

ভাঙছে যীশু-নীলাঞ্জনার সংসার? এবার বিরাট ‘কাণ্ড’ বাঁধালেন বড় মেয়ে সারা! তোলপাড় টলিপাড়া

বাংলা হান্ট ডেস্কঃ মুম্বইয়ে গিয়ে নাকি পরকীয়ায় জড়িয়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)! যে কারণে নাকি এবার ভাঙতে বসেছে ২০ বছরের সাজানো সংসার। জল্পনা, ইতিমধ্যেই আইনজীবীদের পরামর্শ নেওয়া শুরু করেছেন নীলাঞ্জনা। স্বামী অন্য সম্পর্কে জড়িয়েছেন এটা জানার পর চুপ করে বসে থাকতে নারাজ তিনি। এসবের মাঝেই এবার বিরাট কাণ্ড বাঁধালেন বড় মেয়ে সারা (Sara Sengupta)! মা-বাবার ডিভোর্স গুঞ্জনের মাঝে কী করলেন যীশু-কন্যা (Jisshu Sengupta)? সৃজিত মুখোপাধ্যায়ের ছোট্ট ‘উমা’ দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গিয়েছে। সদ্য গ্র্যাজুয়েট হয়েছে সারা। সমাজমাধ্যমের পাতায় বহুবার তাঁকে নিজের মতামত জাহির করতে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, মা-বাবার সম্পর্কের টানাপোড়েনের মাঝে নিজের ‘পক্ষ’ বেছে নিয়েছেন তিনি। এবার যেমন তাঁর সমাজমাধ্যম প্রোফাইলে উঠে এল একটি তাৎপর্যপূর্ণ পোস্ট। কয়েকদিন আগে মা নীলাঞ্জনার (Nilanjanaa Sengupta) সঙ্গে একটি ছবি শেয়ার করে সারা লিখেছিলেন, ‘সবচেয়ে শক্তিশালী মহিলা’। এবার ইনস্টা স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন যীশু, নীলাঞ্জনার বড় মেয়ে। সেই ভিডিওয় বলা হচ্ছে, ‘অতীত ভুলতে হবে। কারণ অতীতের কোনও অর্থ নেই। জীবনে একটা জিনিসেরই অর্থ আছে,সেটা হল তুমি এখন কী হতে চাও’। আরও পড়ুনঃ  নতুন ২ ‘মহানায়ক’ পেল বাংলা! এবার কাদের সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী? প্রকাশ্যে নাম এখানেই শেষ নয়, সারার ইনস্টা ‘ফলোয়িং’ লিস্টে চোখ রাখলে দেখা যাবে, ইতিমধ্যেই বাবাকে ‘আনফলো’ করে দিয়েছেন তিনি। ‘ফলোয়িং’ তালিকায় মা নীলাঞ্জনার নাম থাকলেও যীশুর (Jisshu Sengupta) নাম উধাও। অভিনেতা যদিও বড় মেয়েকে ‘ফলো’ করেন। এবার এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা। উল্লেখ্য, টলিউডের গণ্ডি পেরিয়ে যীশু এখন বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। কাজের সূত্রে বেশিরভাগ সময়ই মুম্বইয়ে থাকেন অভিনেতা। শোনা যাচ্ছে, সেখান থেকেই আপ্ত সহায়ক শিনাল সুর্তির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মায়ানগরীতে নাকি বেশ কয়েকমাস লিভ ইনেও ছিলেন দু’জনে। সেই খবর কানে আসতেই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন নীলাঞ্জনা।

বাংলা হান্ট 25 Jul 2024 1:28 pm

আরেব্বাস! মাইনে ৫০ হাজার! জনপ্রিয় ‘এই’সংস্থায় চলছে কর্মী নিয়োগ, মিস করলেই হাত কামড়াবেন

বাংলাহান্ট ডেস্ক : কাজের সুযোগ কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীনস্থ সংস্থায়। এই মর্মে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) (Bureau of Indian Standards)। নিযুক্তদের পোস্টিং হবে দেশের পূর্বাঞ্চলে সাতটি আঞ্চলিক কার্যালয়ে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে (বিআইএস) (Bureau of Indian Standards) কর্মী নিয়োগ (Recruitment) ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। কেন্দ্রীয় এই সংস্থা নিয়োগ (Recruitment) করবে কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে। গোটা দেশে মোট ১৪ জনকে এই পদে নিয়োগ করা হবে। কলকাতা ব্রাঞ্চ অফিসে ১, কলকাতা ব্রাঞ্চ অফিসে ২, জামশেদপুর, গুয়াহাটি, ভুবনেশ্বর, রায়পুর এবং পটনার ব্রাঞ্চ অফিসে ২ জন করে নিয়োগ করা হবে। আরোও পড়ুন :  দুর্দান্ত খবর! কাজের সুযোগ দিচ্ছে SAI, দেখুন কোন পদে আবেদন করতে পারবেন চুক্তির ভিত্তিতে আগামী ৬ মাসের জন্য এই নিয়োগ করা হবে। আবেদনকারীদের ক্ষেত্রে বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কর্মীদের মাসিক ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে।মার্কেটিং-এ এমবিএ বা মাস কমিউনিকেশনে সমতুল ডিগ্রি বা সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স (এমএসডব্লিউ) ডিগ্রি থাকলে এই পদে আবেদন জানানো যাবে। আরোও পড়ুন :  আর দরকার নেই ATM কার্ডের! এমনিই হাতে আসবে টাকা; জাস্ট মোবাইলে “OK” লিখলেই হবে ম্যাজিক এছাড়াও কেন্দ্রীয় সরকারি / রাজ্য সরকারি / রাষ্ট্রায়ত্ত / স্বশাসিত সংস্থায় মার্কেটিং এবং মাস কমিউনিকেশন সংক্রান্ত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষায় কথোপকথন এবং লেখালিখির দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগের (Recruitment) ক্ষেত্রে। আবেদন জানানোর জন্য নির্দিষ্ট গুগল ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে। আবেদন জানানো যাবে ১২ই আগস্ট পর্যন্ত। আগামী ২০ থেকে ২২ অগস্টের মধ্যে ইন্টারভিউয়ের (Interview) জন্য ডাকা হবে স্থানীয় ব্রাঞ্চ অফিসে। ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।

বাংলা হান্ট 25 Jul 2024 1:13 pm

স্কুল, কলেজ অতীত! এবার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা, বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তো ছিলই এবার তাতে যোগ হল উপস্থিতিতে কারচুপির অভিযোগও। বাবাসাহেব আম্বেদকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে উপস্থিতিতে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করলেন বিশ্ববিদ্যালয়েরই ৬৫ জন পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court) মামলা বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা উঠলে আদালতে মামলাকারীদের আইনজীবী জানান, বিশ্ববিদ্যালয়ে উপস্থিতির হার পর্যাপ্ত না থাকার কারণে প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসার অনুমোদন দেওয়া হয়নি তাদের। তবে এখানেই শেষ নয়, অনুপস্থিতির জন্য ওই সকল পড়ুয়াদের জরিমানাও করা হয়েছিল। পড়ুয়াদের (Students) আইনজীবী জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরীক্ষায় বসার অনুমোদন পেতে অন্তত ১০০ দিন উপস্থিত থাকা বাধ্যতামূলক। তবে ওই পরীক্ষার্থীরা ৭৭ দিন উপস্থিত থাকায় তাদের থেকে ২৩ দিনের অনুপস্থিতি বাবদ জরিমানা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে জরিমানা নেওয়ার পরও তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। মামলাকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন অনেক পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দিয়েছে যারা উপস্থিতির নিয়ম ঠিকমতো মানেনি। এরপরই এই মামলায় জাস্টিস অমৃতা সিনহা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর কাছে পরীক্ষার্থীদের উপস্থিতির হারের রিপোর্ট চেয়েছেন। আরও পড়ুন:  ছাতা রেডি রাখুন! দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, দুপুরেরই ভিজবে কলকাতাও পাশাপাশি ২০২৩ সালের নভেম্বর মাসে সেশন শুরু হওয়ার পর থেকে ওই বিশ্ববিদ্যালয় কতগুলি কলেজকে অনুমোদন দিয়েছিল সেই হলনামাও তলব করেছেন বিচারপতি। জমা দিয়ে বলা হয়েছে ওই সেশন চলাকালীন মধ্যবর্তী সময়ে যারা ভর্তি হয়েছেন সেই সংক্রান্ত রিপোর্টও। একই সাথে সেশন চলাকালীন যেসমস্ত কলেজগুলিকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিয়েছিল সেখান থেকে সেশনের মাঝে ভর্তি হওয়া কতজন পরীক্ষার্থীকে পরীক্ষায় বসার অনুমোদন দেওয়া হয়েছে তাও রিপোর্ট আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

বাংলা হান্ট 25 Jul 2024 12:59 pm

ছাতা রেডি রাখুন! দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, দুপুরেরই ভিজবে কলকাতাও

বাংলা হান্ট ডেস্ক: মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ দিনভর দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। ওদিকে উত্তরেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rainfall) পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি? (South Bengal Weather) আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। ওদিকে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যার জেরে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি সামান্য কমবে দক্ষিণবঙ্গে। কলকাতায় ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই আপাতত নেই। আজ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ৩০ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল পর্যন্ত উত্তাল থাকতে পারে সমুদ্র। উত্তর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরও পড়ুন: দাড়িভিট মামলায় নয়া মোড়! এবার বিরাট নির্দেশ প্রধান হাইকোর্টের বিচারপতির, চাপে রাজ্য? শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওদিকে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই উত্তরবঙ্গে। আজ কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে।

বাংলা হান্ট 25 Jul 2024 12:54 pm

বিনা কনটেস্টেই জয় ৭১% সিটে! পদ্মকে নিশানা বিরোধীদের

বিজেপি শাসিত ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে ভোটের আগেই ৭১.৪৩ শতাংশ আসনে জয়ী হয়ে বসে আছেন পদ্ম প্রার্থীরা! এ ঘটনায় রীতিমতো অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিড়ম্বনা থেকে বাঁচতে 'অন্য রাজ্যের বিষয়' বলে পাশ কাটিয়ে যাচ্ছেন বঙ্গ-বিজেপির অনেকেই। ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনের এই ঘটনায় বিরোধী বাম, কংগ্রেস ও তৃণমূল বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে।

এ ই সময় 25 Jul 2024 12:50 pm

‘এক বছরের জন্য…’! হাইকোর্টের ৯ বিচারপতিকে নিয়ে বড় নির্দেশ কলেজিয়ামের, শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ৯ জন অস্থায়ী বিচারপতিকে স্থায়ী করা হল না। গত ২৯ এপ্রিল হাইকোর্টের কলেজিয়ামের তরফ থেকে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারও সহমত পোষণ করেছিল। তবে সেই প্রস্তাব মানল না সুপ্রিম কোর্টের কলেজিয়াম। হাইকোর্টের (Calcutta High Court) ৯ বিচারপতিকে নিয়ে বিরাট সিদ্ধান্ত! হাইকোর্টের প্রস্তাবে বলা হয়েছিল, ৯ অস্থায়ী বিচারপতি, বিশ্বরূপ চৌধুরী, পার্থ সারথি সেন, প্রসেনজিৎ বিশ্বাস, উদয় কুমার, অজয় কুমার গুপ্তা, সুপ্রতিম ভট্টাচার্য, পার্থ সারথি চট্টোপাধ্যায়, অপূর্ব সিনহা রায় এবং মহম্মদ শব্বর রশিদিকে স্থায়ী করা হোক। তবে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের (Supreme Court Collegium) তরফ থেকে সেই প্রস্তাব মানা হয়নি। বরং ওই নতুন করে এক বছরের জন্য ওই ৯ বিচারপতির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ৩১ আগস্ট, ২০২৪ থেকে হাইকোর্টের ৯ বিচারপতির নতুন করে এক বছরের মেয়াদ বৃদ্ধির কথা বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের কলেজিয়াম সর্বসম্মতিক্রমে তাঁদের স্থায়ী করার প্রস্তাব দিলেও তা গৃহীত হয়নি। আরও পড়ুনঃ  দাড়িভিট মামলায় নয়া মোড়! এবার বিরাট নির্দেশ প্রধান হাইকোর্টের বিচারপতির, চাপে রাজ্য? উল্লেখ্য, গত এপ্রিল মাসে হাইকোর্টের (Calcutta High Court) কলেজিয়ামের তরফ থেকে ওই ৯ বিচারপতিকে স্থায়ী করার প্রস্তাব দেওয়া হলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিষয়ে নিজেদের মতামত জানাননি। এরপর সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফ থেকে অ্যাপেক্স কোর্টের বিচারকদের সঙ্গে যোগাযোগ করা হয় বলে খবর। জানা যাচ্ছে, হাইকোর্টের ওই ৯ অস্থায়ী বিচারপতিদের রায় যোগ্যতা এবং উপযুক্ততার জন্য মূল্যায়ন করা হয়। সব দিক বিবেচনা করে কলজিয়ামের তরফ থেকে ওই বিচারপতিদের স্থায়ী করার পরিবর্তে তাঁদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলা হান্ট 25 Jul 2024 12:26 pm

দাড়িভিট মামলায় নয়া মোড়! এবার বিরাট নির্দেশ প্রধান হাইকোর্টের বিচারপতির, চাপে রাজ্য?

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৮ সালে দাড়িভিটে (Darivit Case) ‘পুলিশের’ গুলিতে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। দুই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন জাস্টিস রাজাশেখর মান্থা। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দাড়িভিট মামলায় বড় নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court) হাইকোর্ট ক্ষতিপূরণ হিসেবে দু’লক্ষ টাকা ধার্য করলেও মৃত ছাত্রদের পরিবারের ক্ষতিপুরণের অঙ্ক নিয়ে আপত্তি ছিল। রাজ্য সরকারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তুলেছিলেন তারা। সেই দাবি নিয়ে বুধবার প্রশ্ন তোলে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। প্রসঙ্গত, দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে গেলে ঘটনায় এনআইএ তদন্তের পাশাপাশি দুই মৃত ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। যদিও ক্ষতিপূরণের অঙ্ক নির্দিষ্ট করে দেননি জাস্টিস মান্থা। তবে অভিযোগ ওঠে বহু মাস কেটে যাওয়ার পরও পুলিশ, এনআইকে তদন্তভার তুলে দেয়নি। এরপর হাইকোর্টের নির্দেশ অমান্য করায় দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা। ওদিকে এনআইএ তদন্ত-সহ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলা শুনানির জন্য উঠলে রাজ্য জানায়, ইতিমধ্যেই মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম মোতাবেক, ক্ষতিগ্রস্থ পরিবারকে দু’লাখ টাকা করে দেওয়া হবে। যদিও ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে আপত্তি দেখায় দুই ছাত্রের পরিবার। আদালতে তাদের দাবি, দু’টি তাজা প্রাণ চলে গিয়েছে। সেই ঘটনার বিচারে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ যথার্থ নয়। রাজ্য সরকারের কাছে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করা হয়। এরপরই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘ভিক্টিম কম্পেনশেসন স্কিম’ অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবার দু’লক্ষ টাকা করেই ক্ষতিপূরণ পাওয়ার কথা। কেন ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে? সিঙ্গল বেঞ্চ ক্ষতিপূরণের অঙ্ক ঠিক করে দেয়নি, তারপরও মৃতদের পরিবার এত টাকা চাইছে কেন? কেন এত টাকা চাওয়া হচ্ছে তা আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, সিঙ্গল বেঞ্চ ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ দিয়েছিল তা পরবর্তী শুনানি পর্যন্ত তা স্থগিত থাকবে। নভেম্বরে মাসে মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে উর্দুর বদলে বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুরের দাড়িভিট। উর্দু নয়, চাই বাংলা শিক্ষক, এই দাবি জানিয়ে বিক্ষোভে নামে ছাত্ররা। উত্তপ্ত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় ২ ছাত্রের। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। আরও পড়ুন:  ফের বাড়ছে DA, পকেটে আসবে বাড়তি ৮,৬৪০ টাকা, সরকারি কর্মীদের জন্য বড় আপডেট স্থানীয়দের অভিযোগ ছিল, পুলিশ গুলি চালিয়েছে।পুলিশের দিকে অভিযোগের তীর এলেও প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করেছেন তারা। এরপর আদালতে মামালা হলে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দেয়। ওদিকে এনআইএ তদন্তের দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় মৃত ছাত্রের পরিবার। ২০২৩ সালে এই মামলার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয় হাই কোর্ট। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যর নির্দেশও দেয় আদালত। তবে ১১ মাসেরও বেশি সময় কেটে গেলেও আদালতের কোনোও নির্দেশই মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এরপরই দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা।

বাংলা হান্ট 25 Jul 2024 12:03 pm

নতুন ২ ‘মহানায়ক’ পেল বাংলা! এবার কাদের সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী? প্রকাশ্যে নাম

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছরের মতো এবারও ২৪ জুলাই উত্তম কুমার স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মহানায়কের মৃত্যুবার্ষিকীর দিন টলিপাড়ার দুই তারকাকে ‘মহানায়ক’ সম্মানে (Mahanayak Samman 2024) ভূষিত করা হল। সেই সঙ্গেই কলকাতা ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়েও হয়ে গেল বড় ঘোষণা। চলচ্চিত্র উৎসব কবে থেকে শুরু হবে? কতদিন চলবে? বুধবার সেকথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার নতুন ‘মহানায়ক’ (Mahanayak Samman 2024) হলেন কারা? গতকাল ধনধান্য অডিটোরিয়ামে উত্তম কুমার স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মমতা জানান, চলতি বছর ৪ ডিসেম্বর থেকে শুরু হবে কলকাতা ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিফ্যাল (Kolkata International Film Festival), চলবে ১১ ডিসেম্বর অবধি। সেই সঙ্গেই রাজ চক্রবর্তীর পর চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন হিসেবে পরিচালক গৌতম ঘোষের নাম ঘোষণা করা হয়েছে। সহ চেয়ারপার্সন হিসেবে থাকবেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন বাংলা সিনেদুনিয়ায় বুম্বাদার অবদান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই বিগত চার দশকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মানিতও করা হয়। উত্তম স্মরণ অনুষ্ঠানে বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। অন্যদিকে ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছেন অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এবং গায়ক নচিকেতা চক্রবর্তী। আরও পড়ুনঃ  মিথ্যে দিয়ে শুরু প্রেম! শ্যামৌপ্তির মন ভাঙল নীল, রইল ‘অমর সঙ্গী’র হাতেগরম প্রোমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘প্রত্যেকবার আমি এই দিনটা উত্তম কুমারের জন্য উৎসর্গ করি। ওনাকে চোখে দেখতে পারিনি। আমি তখন তৃতীয় অথবা চতুর্থ শ্রেণিতে পড়ি। মায়ের সঙ্গে যেতাম। উত্তম কুমারের সঙ্গে বাংলার আইডেন্টিটির সম্পর্ক। কখনও আইনডেন্টিটি নষ্ট করতে নেই’। উল্লেখ্য, ‘মহানায়ক’ সম্মানে (Mahanayak Samman 2024) ভূষিত রচনা বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা ভোটের আগে রাজনীতির ময়দানে পা রেখেছেন। হুগলি থেকে জিতে সাংসদ হয়েছেন তিনি। এবার তাঁর মুকুটেই জুড়ল নয়া পালক। বিগত কয়েক দশক ধরে অভিনয় জগতে তাঁর অবদানের জন্য ‘মহানায়ক’ সম্মানে ভূষিত করা হল রচনাকে। অন্যদিকে বিখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতাকেও তাঁর অবদানের জন্য সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী।

বাংলা হান্ট 25 Jul 2024 11:56 am

‘উত্তরবঙ্গের ৮ জেলাকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়া হোক’, মোদীর কাছে প্রস্তাব সুকান্তর

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গের (North Bengal) আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করা হোক। ভোট মিটতেই এমনই দাবি তুলে তোলপাড় ফেললেন বালুরঘাটের দু’বারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sunkanta Majumdar)। বুধবার এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি প্রস্তাবও জমা দিয়েছেন তিনি। উত্তরবঙ্গের ‘উন্নয়নে’ বড় দাবি সুকান্তর (North Bengal) সুকান্তর দাবি, বাংলার উত্তরাংশের সঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলির অনেক মিল রয়েছে। ফলে এই দুইকে জুড়ে দিলে উত্তরবঙ্গ আরও বেশি সুযোগ-সুবিধা পাবে। এই নিয়ে রাজ্য সরকারের কোনও আপত্তি থাকবে না বলেও আশা প্রকাশ করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গের অংশ হিসেবে থেকেও উত্তরের ৮ জেলা উত্তর-পূর্বের সঙ্গে জুড়ে দেওয়া সম্ভব কি না, সেই বিষয়টা একবার ভেবে দেখা হোক। উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অংশ হিসেবে ধরা হলে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাগুলি পেতে পাশাপাশি উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের পথেও অনেকাংশে অনেক সুবিধা হবে বলেও মনে করেন তিনি। সুকান্তর কথায়, উত্তরবঙ্গ (North Bengal) দীর্ঘদিনের অনুন্নয়ন, বঞ্চনার শিকার। কেন্দ্র উত্তর-পূর্বের রাজ্যগুলোর উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে। বড় অঙ্কের অর্থও বরাদ্দ করা হয়েছে। এবার যদিও পশ্চিমবঙ্গের উত্তর অংশের ৮ জেলাকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়া যায়, তবে এই অর্থ বরাদ্দ তারাও পাবে। উন্নয়নের রাস্তা খুলবে উত্তরবঙ্গের জন্য। আরও পড়ুন:  ফের বাড়ছে DA, পকেটে আসবে বাড়তি ৮,৬৪০ টাকা, সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সুকান্ত এই প্রস্তাব রাখতেই রে রে করে উঠেছে বঙ্গ শাসকদল তৃণমূল। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে রাজ্যভাগের চক্রান্তর অভিযোগও এনেছে শাসকদল। ওদিকে তৃণমূলের এমন দাবির পাল্টা উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত বলেন, ‘‘আমি আদৌ রাজ্য ভাগের কথা বলিনি। আমি উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে এটা ভেবেছি। যদি সরকার রাজ্যের ভাল চায় তাহলে সরকারের এই নিয়ে দ্বিমত থাকার কোনও কারণ নেই।”

বাংলা হান্ট 25 Jul 2024 10:54 am

জেল-জাহান্নমই জায়গা জঙ্গিদের, সংসদে হুংকার মন্ত্রীর

কাশ্মীরে বেড়েই চলেছে জঙ্গি উপদ্রব। সরকারি তথ্য বলছে গত ৩২ মাসে ৫১ জন সেনা-কর্মী শহিদ হয়েছেন। এদিকে বুধবারও কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষে হয়েছে। ​​এই অবস্থায় বিরোধীদের প্রশ্নের মুখে মোদী সরকার। বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই কাশ্মীরে জঙ্গিদের কড়া হুঁশিয়ারি দিলেন। তিনি জানিয়েছেন কাশ্মীরে সক্রিয় জঙ্গিদের হয় 'জাহান্নমে' ঠাঁই হবে।

এ ই সময় 25 Jul 2024 10:10 am

সাংসদ পদ খোয়াবেন কঙ্গনা? মান্ডি আসনে জয় নিয়ে মামলা, বলি 'ক্যুইন'কে নোটিস হাইকোর্টের

এবার কি হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ পদ খোয়াবেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত? বুধবার তাঁকে নোটিস পাঠিয়েছে হিমাচল প্রদেশ হাইকোর্ট। কঙ্গনার নির্বাচন বাতিল করার আবেদন জানান কিন্নর জেলার এক বাসিন্দা। কেন? কী দাবি করেছেন তিনি? মান্ডি লোকসভা আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে হারিয়ে জয় ছিনিয়ে এনে সংসদে পা রাখেন কঙ্গনা।

এ ই সময় 25 Jul 2024 10:09 am

রায়ে নাম মোছার দাবি, যুক্তি বিচারে শীর্ষ কোর্ট

যৌন হেনস্থার মামলায় বেকসুর প্রমাণ হয়েছিলেন অভিযুক্ত। তবে রায়ের কপিতে ছিল নাম। বেকসুর হিসেবেই ছিল নামের উল্লেখ থাকায় আপত্তি ছিল অভিযুক্তের। সেই নাম মোছার আর্জি জানিয়েছিলেন মাদ্রাজ হাইকোর্টে। ডিভিশন বেঞ্চের আইন বিষয়ক ওয়েবসাইটে আপলোড হওয়া এই রায়ের কপিতে অভিযুক্তের নাম মোছারই নির্দেশ দেয়। এবারে ​​সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ওয়েবসাইটের কর্তৃপক্ষ।

এ ই সময় 25 Jul 2024 9:55 am