Siliguri |কম্পিউটার নেই, তথ্য আপলোডে সমস্যা! বিপাকে শিক্ষকরা
তমালিকা দে, শিলিগুড়ি: শুধু পড়ুয়াদের শিক্ষাদানই নয়, স্কুলের যাবতীয় তথ্য পোর্টালে আপলোড করতে হয় প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু সিংহভাগ স্কুলেই নেই কম্পিউটার। ফলে নিজেদের মোবাইল ফোনে এই কাজ করতে হচ্ছে তাঁদের এবং তা করতে গিয়ে বিস্তর সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পড়ুয়া উপস্থিতি, মিড-ডে মিল থেকে পড়ুয়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করতে হয় বাংলার শিক্ষা পোর্টালে। […] The post Siliguri | কম্পিউটার নেই, তথ্য আপলোডে সমস্যা! বিপাকে শিক্ষকরা appeared first on Uttarbanga Sambad .
Idli |ঘনঘন ইডলি খাচ্ছেন? এতে শরীরের ক্ষতি হচ্ছে নাকি উপকার?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যারা অফিসে যান বা কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা দুপুরে ভাত খাওয়ার পরিবর্তে ইডলিকেই (Idli) বেছে নেন। তেলমশলা ছাড়া দক্ষিণি এই খাবারের চাহিদা রয়েছে বেশ। তবে ঘনঘন ইডলি খেলে শরীরের ক্ষতি নাকি উপকার হবে? তা জেনে নিন। অনেকে মনে করেন ইডলি চাল দিয়ে তৈরি বলে এতে শর্করা বেশি। তাই এটি খেলে ওজন বাড়তে পারে। […] The post Idli | ঘনঘন ইডলি খাচ্ছেন? এতে শরীরের ক্ষতি হচ্ছে নাকি উপকার? appeared first on Uttarbanga Sambad .
CAB School Cricket: তিন ম্যাচে দুটো ডাবল সেঞ্চুরি! চমকে দিচ্ছে বাটানগরের ছেলে
CAB Mayors Cup: প্রথম ম্যাচেই বারুইপুর হাইস্কুলের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করে স্বর্ণায়ন। ২০৪ রানে অপরাজিত থাকে। ডন বস্কোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ২৬ রানে আউট হয়। তৃতীয় ম্যাচে ফের ডাবল সেঞ্চুরি। সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের বিরুদ্ধে অপরাজিত ২৬৮ রানের ইনিংস। দলের স্কোর যেখানে ৩৩৭,সেখানে স্বর্ণায়ন একাই ২৬৮!
সারাক্ষণ মুখ গুঁজে মোবাইলে! মায়ের বকুনি খেয়েই ‘আত্মঘাতী’কিশোরী!
ছাত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
Chandrakona: লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি হয়েছিল মার্কেটিং কমপ্লেক্স, তার অবস্থা দেখুন…
অর্থাৎ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে ভুল পরিকল্পনা ও দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। লক্ষাধিক টাকা ব্যায়ে নির্মাণ করা হয় লালগড় মার্কেট কমপ্লেক্স। কমপ্লেক্স উদ্বোধনের পর থেকে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে মার্কেটিং কমপ্লেক্স। কারণ, কেউ এগিয়ে আসছে না এই মার্কেটিং কমপ্লেক্সে ব্যবসা করার জন্য।
Dalkhola |বেহাল জাতীয় সড়ক, বাইক থেকে ছিটকে পড়লেন গর্ভবতী মহিলা!
ডালখোলা: খানাখন্দে ভরা ২৭ নম্বর জাতীয় সড়ক। আর এহেন বেহাল সড়কে দুর্ঘটনার শিকার হলেন এক গর্ভবতী মহিলা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার অসুরাগর এলাকায়। জানা গিয়েছে, এদিন দুর্ঘটনার দরুন একটি চলন্ত বাইক থেকে ছিটকে পড়েন ওই মহিলা এবং বাইক চালক। জখম অবস্থায় তড়িঘড়ি ২ জনকে উদ্ধার করে কিশনগঞ্জের মাতা গুজারিলাল নন্দা মেডিকেল কলেজ ও […] The post Dalkhola | বেহাল জাতীয় সড়ক, বাইক থেকে ছিটকে পড়লেন গর্ভবতী মহিলা! appeared first on Uttarbanga Sambad .
Aloo Paratha Effect: প্রতিদিন সকালে আলু পরোটা খাচ্ছেন? জানুন, কী বলছেন পুষ্টিবিদরা
Aloo Paratha Effect: প্রতিদিন সকালে গরম ধোঁয়া ওঠা আলু পরোটা খাওয়া যেন দিনের এক বিশেষ শুরু। বাইরে খটখটে, ভেতরে নরম, সুগন্ধি মশলার স্বাদ—খাবার টেবিলে এমন পরোটা দেখলে যে কারও মন ভালো হয়ে যায়। কিন্তু প্রতিদিন ব্রেকফাস্টে এটি খেলে শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে, তা অনেকেই ঠিকঠাক জানেন না। বিষয়টি শুধু স্বাদের নয়, বরং আপনার শরীর প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট প্যাটার্নে কীভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটিও গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে, আলু পরোটা এমন একটি খাবার যা একদিকে শক্তি দেয়, অন্যদিকে কিছু দীর্ঘমেয়াদি ঝুঁকিও তৈরি করতে পারে, বিশেষ করে এটি যদি নিয়মিত অভ্যাস হয়ে যায়। আলু পরোটা আলু পরোটা উচ্চমাত্রার কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হওয়ায় এটি দ্রুত শক্তি দেয় এবং কয়েক ঘণ্টা পেট ভরাট রাখে। তবে প্রতিদিন সকালে এটি খেলে রক্তে শর্করা দ্রুত বৃদ্ধি পায়, যা শরীরের ইনসুলিনের ওপর চাপ ফেলে। দীর্ঘদিন এমন চললে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। তাছাড়া গমের আটা, আলু এবং রাঁধার সময় ব্যবহৃত তেল, মাখন বা ঘি—সব মিলিয়ে খাবারটি ক্যালরি-সমৃদ্ধ হয়ে ওঠে। কেউ যদি খুব কম শারীরিক পরিশ্রম করেন, তবে এই অতিরিক্ত ক্যালরি সহজেই শরীরে চর্বি হিসেবে জমতে শুরু করে এবং ওজন বাড়ায়। আরও পড়ুন- শরীরে ফাইবারের অভাব? সংকেত দেয় দেহ, দেখেও বুঝতে পারেন না ৯৯ শতাংশ মানুষ যাঁদের লাইফস্টাইল বেশ সেডেন্টারি, অর্থাৎ যাঁরা অফিসে বসে কাজ করেন বা খুব কম হাঁটেন, তাঁদের ক্ষেত্রে নিয়মিত পরোটা খাওয়ার প্রভাব আরও বেশি নেতিবাচক হতে পারে। উচ্চ কার্বোহাইড্রেট দ্রুত শক্তি দিলেও কিছু সময় পরই ক্লান্তি, মাথা ঝিমঝিম করা বা খিদে পেয়ে যাওয়ার মতো অনুভূতি তৈরি হয়, যাকে বলা হয় 'এনার্জি ক্র্যাশ'। কয়েক সপ্তাহ বা মাস ধরে এভাবে চলতে থাকলে শরীর ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের দিকে এগোয়, যা ডায়াবেটিস এবং হার্টের সমস্যার ঝুঁকি বাড়ায়। আরও পড়ুন- তিন মাস ধরে পালন করুন এই ২ রুটিন, মেদ তো কমবেই, বিরাট পরিবর্তন ঘটতে পারে শরীরে! তবে আলু পরোটার প্রভাব সম্পূর্ণই আপনি কীভাবে এটি খান, তার ওপর নির্ভর করে। পুষ্টিবিদরা বলেন, যদি নিয়মিত পরোটা খানই, তবে এটি অবশ্যই দই, সবজি, সালাদ কিংবা প্রোটিন-সমৃদ্ধ কোনও খাবারের সঙ্গে মিলিয়ে খেতে হবে। দই শরীরে ঠান্ডা প্রভাব ফেলে এবং উচ্চ কার্বোহাইড্রেটের হজমশক্তিকে ধীর করে, ফলে রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে না। অন্যদিকে সালাদ বা সেদ্ধ সবজি ফাইবার যোগ করে, যা হজম ভালো রাখে এবং আপনাকে দীর্ঘসময় পেট ভরা রাখতে সাহায্য করে। কিন্তু অনেকেই আলু পরোটার সঙ্গে মাখন, ঘি বা চিনিযুক্ত আচার খান, যা খাবারের ক্যালোরি কয়েকগুণ বাড়িয়ে দেয় এবং শরীরের ওপর অতিরিক্ত চাপ ফেলে। আরও পড়ুন- কোন ডাল সবচেয়ে সহজপাচ্য? জেনে নিন বিশেষজ্ঞের থেকে কিছু মানুষ প্রতিদিন পরোটা খেলেই অ্যাসিডিটি, গ্যাস বা হজমের সমস্যা তৈরি হয়। নিয়মিত তেলযুক্ত খাবার খেলে পাকস্থলিতে জ্বালাপোড়া, অস্বস্তি বা ফাঁপা ভাব তৈরি হতে পারে। যাঁদের আগে থেকেই অ্যাসিডিটি বা হজমের সমস্যা আছে, তাঁদের জন্য প্রতিদিন সকালে পরোটা খাওয়া আরও বিরক্তিকর সমস্যা তৈরি করতে পারে। তাছাড়া যাঁদের কোলেস্টেরল বেশি বা হার্টের সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত তেল ও ঘি ব্যবহারের কারণে শারীরিক সমস্যা আরও বাড়তে পারে।
Raw Tomatoes |শীতে সবুজ টমেটো বেশি খাচ্ছেন? এতে শরীরের কী কী উপকার হচ্ছে জেনে নিন…
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সারাবছরই বাজারে পাওয়া যায় টমেটো। স্যালাড, চাটনি থেকে শুরু করে তরকারিতেও দেওয়া হয় এই সবজি। তবে শীত পড়লে লালের চেয়ে সবুজ টমেটো অর্থাৎ কাঁচা টমেটোর (Raw Tomatoes) চাহিদাই বেশি থাকে। এই ধরনের টমেটোতে রয়েছে পুষ্টিগুণ। এটি খেলে শরীরের কী কী উপকার হয়, তা জেনে নিন। ১. ভিটাভিন সি ও ই সমৃদ্ধ […] The post Raw Tomatoes | শীতে সবুজ টমেটো বেশি খাচ্ছেন? এতে শরীরের কী কী উপকার হচ্ছে জেনে নিন… appeared first on Uttarbanga Sambad .
Anubrata Mondal: লুকিয়ে হঠাৎ পুলিশের সঙ্গে কেন বৈঠক করলেন কেষ্ট?
কারণ, সামনেই বিধানসভা ভোট। তার আগে এমন একান্ত বৈঠক স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। রবিবার ছুটির দিন বিকেল তিনটে থেকে পাঁচটার মধ্যে এই বৈঠক হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসআইআর নিয়ে বৈঠক করতে পারেন তিনি।
Babri Masjid: ভু'হুজুর, কিউআর কোড পাঠান’, দশ দিনে ২০০ কল, নাভিশ্বাস ডেবরার বিধায়কের
Babri Masjid: বাবরি মসজিদের শিলান্যাস করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এদিকে মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে প্রবল বিড়ম্বনার মধ্যে পড়েছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। গত দশ দিনে প্রায় ২০০-এর উপর ফোন পেয়ে 'নাভিশ্বাস' উঠেছে এক সময়ের দুদে আইপিএস তথা বর্তমান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। West Bengal Weather Update: বাংলায় বরফি ঠান্ডা! জমে যাওয়ার পরিস্থিতি, হতবাক আলিপুরও, আগামী ৩ দিনে বড় চমক সেই 'যন্ত্রণার' কথাই তিনি শেয়ার করেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে। ডেববার বিধায়ক হুমায়ুন কবীর বলেন, এই কদিনে ২০০ ফোন পেয়েছি, ফোন করেই বলছে হুজুর, পয়সা দেনা হ্যায়, হাম সামিল হোনা চাহতে হ্যায়....! 'কিউ আর' কোড চাইছে। কেউ কেউ বলছে আপনি তো ওনাকে চেনেন আপনি নিয়ে ওনাকে দিয়ে দিন। আমি বললাম বিধানসভার কলিগ আমি চিনবই। কিন্তু বাবরি মসজিদ নির্মাণের মধ্যে আমি নেই। গত কদিন ধরেই চলছে। ভোর ৫টা, রাত ১২ টা, শেষ দশদিনে ২০০ ফোন কল পেয়েছি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ভেবে কত জায়গায় আমার ছবি ছাপা হয়ে যচ্ছে। আক্ষেপ ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের। Adhir Chowdhury: ২৬-এর ভোটে হুমায়ুনের মাস্টারপ্ল্যান, বিরাট সিক্রেট ফাঁস করলেন অধীর, বাংলায় উপর নিয়ন্ত্রণ হারালেন মমতা? আইপিএস হুমায়ুন কবীর,বর্ধমান জেলা পুলিশ, চন্দননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব সামলেছেন। কর্মজীবনের প্রথম দিকে বসিরহাটে আইন শৃঙ্খলা কড়া হাতে নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে হাত কাটা দিলীপকে গ্রেফতার করে খবরের শিরোনামে আসেন। চাকরিজীবনের শেষ পর্যায়ে স্বেচ্ছা অবসর নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০২১ সালে ডেবরায় তৃণমূলের প্রার্থী হন এবং বিধায়ক নির্বাচিত হন। প্রথমদিকে মন্ত্রী সভায় স্থানও পেয়েছিলেন। এখন বিধায়ক হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। এদিকে বাবরি মসজিদ নির্মাণের প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে মসজিদ নির্মাণের জন্য চলছে বিপুল পরিমাণ দানের টাকা গোণার কাজ। ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর নিজেই সেই টাকা গোনার দৃশ্য লাইভ করে দেখিয়েছেন। মুহূর্তে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চর্চা। হুমায়ুন কবীরের দাবি, ৬ ডিসেম্বর ২০২৫, বাবরি মসজিদের শিলান্যাসের দিন থেকেই তিনি দান সংগ্রহ শুরু করেছেন। মাত্র এক দিনের মধ্যেই তাঁর বাড়িতে নাকি দানের টাকার পাহাড় জমেছে। মুঘলপ্রেমী বিধায়ক, হুমায়ুনকে খোঁচা, মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপের দাবি VHP-এর বিধায়কের কথায়, মোট ১১টি ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা এসেছে সাধারণ মানুষের দান হিসেবে। পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিউআর কোডের মাধ্যমে জমা পড়েছে ৯৩ লক্ষ টাকা।এত বিপুল অর্থ গোনা সহজ নয়। তাই পুরো প্রক্রিয়ার জন্য হুমায়ুন কবীর ৩০ জন কর্মী নিয়োগ করেছেন। আনা হয়েছে আধুনিক টাকা গোনার মেশিন, যাতে দ্রুত ও ভুলবিহীনভাবে টাকা গোনা যায়। পুরো টাকা গোণার কাজ চলছে সিসিটিভির কড়া নজরদারিতে, যা তিনি নিজেই উল্লেখ করেছেন।আগামী ১৭ ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা করার কথা ঘোষণা করলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বদল করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 'আপাতত বিধায়ক পদ থেকে ইস্তফা নয়'। বাবরি মসজিদের শিলান্যাসের পর রবিবার এমনটাই জানিয়েছেন ভরতপুরের বিধায়ক। 'মুনাফাকে অগ্রাধিকার, শিকেয় নিরাপত্তা', ইন্ডিগো বিভ্রাটের মাঝে পাইলটস অ্যাসোসিয়েশনের বিস্ফোরক মন্তব্য
WB Govt: কোনও বাড়ি যেন বাদ না যায়! ভোটের আগে দুটি আলাদা পোর্টাল তৈরি করল নবান্নের
WB Govt: ইতিমধ্যে প্রত্যেকটি জেলায় জেলায় মানুষের প্রাথমিক চাহিদা কে পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে নবান্ন। বাংলা বাড়ি থেকে নিয়ে সড়ক, জলসংযোগ, স্বাস্থ্য পরিকাঠামো সহ উন্নয়নমুখী কাজে গতি আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৩ জনের একটি পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে।
Sonali Bibi |সোনালিকে দেখতে তৃণমূলের নেতা-নেত্রীদের অবাধ প্রবেশ, বাদ সংবাদমাধ্যম! উঠল প্রশ্ন
রামপুরহাট: সংবাদ মাধ্যমের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকলেও হাসপাতালের প্রসূতি বিভাগে অবাধ প্রবেশ শাসক দলের নেতা নেত্রী, মন্ত্রী থেকে বিধায়কদের (TMC)। সুরক্ষার বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে প্রসূতি বিভাগে ঢুকে তোলা হচ্ছে ছবি। এমনকি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সামনে অবাধে চলছে ভিডিওগ্রাফি। প্রসূতির সংক্রামণের আশঙ্কা থাকলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বিজেপির অভিযোগ, শাসক দলের নেতানেত্রীদের আইন কানুন […] The post Sonali Bibi | সোনালিকে দেখতে তৃণমূলের নেতা-নেত্রীদের অবাধ প্রবেশ, বাদ সংবাদমাধ্যম! উঠল প্রশ্ন appeared first on Uttarbanga Sambad .
পাক জেলে রহস্যমৃত্যু! কেন্দ্রের তৎপরতায় কাঁথিতে ফিরল বাঙালি মৎস্যজীবীর দেহ
রবিবার সকালে শেষকৃত্যু সম্পন্ন হয় পূর্ব মেদিনীপুরের কাঁথির পাইকবার গ্রামের বাসিন্দা স্বপনের।
ইন্ডিগোর বিমান বিপর্যয়ে ক্ষতির মুখে উত্তরবঙ্গের পর্যটন, পরপর বুকিং বাতিলে চিন্তায় ব্যবসায়ীরা
১৫ শতাংশ ভিন রাজ্যের পর্যটকদের বুকিং বাতিল হয়েছে।
দুই ছাত্রের মধ্যে মারামারি! ভয় দেখাতে আগ্নেয়াস্ত্র হাতে স্কুলে হাজির সপ্তম শ্রেণির ছাত্র
কীভাবে ওই ছাত্র আগ্নেয়াস্ত্রটি পেল তাও খতিয়ে দেখা হচ্ছে।
খেলবে মোহনবাগান-মহামেডান, জমকালো উদ্বোধন ভদ্রেশ্বর গোল্ড কাপের ম্যাসকট-থিম সংয়ের
'মাঠমুখী হোক শৈশব', উদ্দেশ্য প্রতিযোগিতার আয়োজক পার্থপ্রতীম নন্দীর।
স্কুলে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, বেলদায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু বিএলওর
তাঁর মৃত্যুতে স্কুল ও এলাকায় শোকের ছায়া।
খোঁজ পাচ্ছে না পুলিশ! ‘অজ্ঞাতবাস’থেকে সমাজমাধ্যমে বার্তা গোয়ার নৈশক্লাবের মালিকের
লুকআউট নোটিস জারি হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে এসেই ঘুম ওড়ালেন কিয়ারা, জানালেন মেয়ের কাণ্ড!
মেয়ে সারায়াকে নিয়ে কী বললেন অভিনেত্রী?
নিউ ইয়র্কে অভিবাসন দপ্তরের হানা নিয়ে মুখ খুললেন মামদানি, কী বার্তা নতুন মেয়রের?
১ জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র পদে শপথ নেবেন মামদানি।
‘ইন্ডিগোয় ফেঁসে লক্ষ যাত্রী অথচ ১৫০ বছরের বন্দে মাতরমে ব্যস্ত মোদি’, কেন্দ্রকে তোপ মেহবুবার
বেকারত্ব ও মূল্যবৃদ্ধির মতো দেশের মূল সমস্যার কথা তুলে ধরলেন মেহবুবা।
প্লেন কিনতে চান? Pakistan-এর মাঠে হবে মেলা, নিলামে বিমান কিনতে পারবেন যে কেউ!
Pakistan International Airlines: আসলে, ২৩ ডিসেম্বর ইসলামাবাদের একটি মাঠে হবে বিমান মেলা। ৬৫টার মতো বিমান নিয়ে এই মেলায় বিকিকিনি করতে আসছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ। এই মেলায় নিলামে বিক্রি হবে এই সব প্লেন। আসলে এমন অদ্ভূত কাণ্ড হয়তও শুধুমাত্র পাকিস্তানেই হয়।
যাত্রীর পাত্তা নেই, চালান হল ব্যাগ! টাকা-মালপত্তর ফিরিয়ে করুণ দশা জানান দিচ্ছে ইন্ডিগো
৩৬ ঘন্টার মধ্যে বাকি ব্যাগগুলি পৌঁছে দেওয়া হবে যাত্রীদের কাছে।
IND vs SA: টেস্ট এবং ওয়ানডে সিরিজের পর এবার টি-২০ ক্রিকেটের পালা। ভারত (Indian Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। সিরিজের প্রথম ম্য়াচটি ওড়িশার কটক শহরে অবস্থিত বরাবাটি স্টেডিয়ামে আয়োজন করা হবে। টেস্ট এবং ওয়ানডে সিরিজে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে ভারতীয় ক্রিকেট দল। এবার টি-২০ সিরিজেও তারা এই পারফরম্য়ান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। IND vs SA 1st T20I Timing: বদলে গেল ভারত-আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচের সময়! না জানলে হাত কামড়াবেন টেস্ট-ওয়ানডে'র পর টি ২০ সিরিজের পালা এই সফরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল শুরুটা বেশ ভালই করেছিল। টেস্ট সিরিজে ভারতের মাটিতেই তারা টিম ইন্ডিয়াকে তারা ২-০ ব্যবধানে পরাস্ত করে। ১৯৯৯-২০০০ মরশুমের পর এই প্রথমবার তারা ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় করে। এরপর ওয়ানডে সিরিজ শুরু হতেই গোটা ছবিটা একেবারে বদলে যায়। এই সিরিজে হাই-স্কোরিং ম্য়াচ দেখতে পাওয়া যাচ্ছ। প্রথম দুটো ওয়ানডে ম্যাচে তিনি মোট ১,৪০১ রান উঠেছে। রাঁচিতে ৬৮১ এবং রায়পুরে ৭২০ রান ওঠে। এরপর ৬ ডিসেম্বর যশস্বী জয়সওয়াল ওয়ানডে ক্রিকেটে প্রথম শতরান করেন। বিশাখাপত্তনমে ভারতীয় ক্রিকেট দলে ৯ উইকেটে জয়লাভ করে। সঙ্গে সিরিজ়ও নিজেদের পকেটে পুরে নেয়। IND vs SA Highlights, 3rd ODI: বিধ্বংসী শতরান যশস্বীর, জয়গাথা লেখা হল কিং কোহলির ব্যাটে কেমন থাকবে ওয়েদার? এবার টি-২০ সিরিজের পালা। আগামী ৯ ডিসেম্বর থেকে এই সিরিজ় শুরু হবে। ইতিমধ্যে সমর্থকদের একাংশের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, এই ম্য়াচে ওয়েদার (Weather Update) কেমন থাকবে? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার বরাবাটি স্টেডিয়ামে আবহাওয়া বেশ ভাল থাকবে। কিন্তু, তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সেকারণে কার্যত কনকনে ঠাণ্ডা পড়বে। IND vs SA Toss News: কুসংস্কার না অন্ধবিশ্বাস, কোন গুপ্তমন্ত্রে টস ভাগ্য ফেরাল টিম ইন্ডিয়া? এই ম্যাচের ২ ইনিংসেই শিশিরের যথেষ্ট প্রভাব দেখতে পাওয়া যাবে। কারণ শিশিরের পয়েন্ট ১০ ডিগ্রি থাকবে। বরাবাটি স্টেডিয়ামের উইকেট থেকে বোলাররা, বিশেষ করে স্পিনাররা যথেষ্ট সুবিধা পাবে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে, নরেন্দ্র হিরওয়ানি এবং মনিন্দর সিং যথেষ্ট সাফল্য অর্জন করেছেন। এই পরিস্থিতিতে আগামীকাল স্পিনাররা কতটা সাহায্য পাবেন, সেটাই আপাতত দেখার।
Recipe |পিঁয়াজকলি-মৌরলা চচ্চড়ি খেতে দুর্দান্ত, সঙ্গে শুধু গরম ভাত হলেই চলবে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতে ফ্রিজে যদি বাজার থেকে আনা পিঁয়াজকলি থাকে তাহলে চেনা ছকের বাইরে গিয়ে বানিয়ে নিন পিঁয়াজকলি ও মাছ দিয়ে সুস্বাদু পদ। শুধু বাজার থেকে আনতে হবে মৌরলা মাছ। ব্যস মৌরলা মাছ ও পিঁয়াজকলি দিয়ে সহজে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু পদ পিঁয়াজকলি-মৌরলা চচ্চড়ি। রইল রেসিপি। উপকরণ: মৌরলা মাছ ৩০০ গ্রাম, পিঁয়াজকলি ১-২ […] The post Recipe | পিঁয়াজকলি-মৌরলা চচ্চড়ি খেতে দুর্দান্ত, সঙ্গে শুধু গরম ভাত হলেই চলবে appeared first on Uttarbanga Sambad .
Smriti Mandhana-Palash Muchhal |বিয়ে ভেঙেছে স্মৃতির সঙ্গে, এবার পলাশকে ‘আনফলো’ করলেন জেমিমা-রিচারা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভাঙার কথা ঘোষণা করেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana-Palash Muchhal)। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো (Unfollow) করেছেন দুজনে। এবার পলাশকে ইনস্টাগ্রামে আনফলো করলেন জেমিমা রডরিগেজ, রিচা ঘোষের মতো ভারতীয় ক্রিকেটাররা। গতকাল ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতি দিয়ে বিয়ে ভাঙার সিদ্ধান্ত জানান স্মৃতি। যদিও কোনও কারণ জানাননি ভারতীয় […] The post Smriti Mandhana-Palash Muchhal | বিয়ে ভেঙেছে স্মৃতির সঙ্গে, এবার পলাশকে ‘আনফলো’ করলেন জেমিমা-রিচারা appeared first on Uttarbanga Sambad .
Smriti Mandhana |দেশসেবাই ধ্যানজ্ঞান! বিয়ে বাতিলের ২৪ ঘণ্টার মধ্যেই অনুশীলনে স্মৃতি মান্ধানা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে তাঁর বিয়ে আনুষ্ঠানিকভাবে বাতিল (Called Off) করার কথা ঘোষণা করেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। তবে এই ব্যক্তিগত বিপর্যয় তাঁকে তাঁর মূল লক্ষ্য থেকে এক বিন্দুও সরাতে পারেনি। […] The post Smriti Mandhana | দেশসেবাই ধ্যানজ্ঞান! বিয়ে বাতিলের ২৪ ঘণ্টার মধ্যেই অনুশীলনে স্মৃতি মান্ধানা appeared first on Uttarbanga Sambad .
Train cancellation: অফিস ফেরত চূড়ান্ত ভোগান্তি! গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিল, রুট বদল একাধিক এক্সপ্রেসের
Train cancellation: পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বর্ধমান- বোলপুর শাখার খানা জংশন স্টেশনে নন-ইন্টারলকিং কাজের জন্য আগামী কয়েক দিন একাধিক ট্রেনের সময়সূচীতে বড়সড় রদবদল। রেলের এই কাজের জেরে একাধিক এক্সপ্রেস ও মেমু ট্রেন বাতিল ও রুট পরিবর্তন করা হয়েছে। পূর্ব রেল সূত্রে এমনটাই জানানো হয়েছে। রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৮-৯ ডিসেম্বর একাধিক মেমু ট্রেন বাতিল থাকবে। ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বাতিল ট্রেন: বর্ধমান–আসানসোল মেমু: ৬৩৫১৫, ৬৩৫১৭, ৬৩৫৪৯, ৬৩৫২১, ৬৩৫২৩, ৬৩৫১৯, ৬৩৫২৫ আসানসোল–বর্ধমান মেমু: ৬৩৫১৬, ৬৩৫১৮, ৬৩৫৫০, ৬৩৫২২, ৬৩৫২৪, ৬৩৫২৬ বর্ধমান–রামপুরহাট মেমু: ৬৩৫৮৩, ৬৩০৬৯ রামপুরহাট–বর্ধমান মেমু: ৬৩৫৮৪ হাতিয়া–বর্ধমান মেমু এক্সপ্রেস: ১৩৫০৪ শিয়ালদহ–সিউরি মেমু এক্সপ্রেস: ১৩১৭৯ ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে বাতিল থাকবে সিউরি–শিয়ালদহ মেমু এক্সপ্রেস: ১৩১৮০ আসানসোল–বর্ধমান মেমু: ৬৩৫১০ রামপুরহাট–বর্ধমান মেমু: ৬৩০৬৮ গতিপথ পরিবর্তন (৮ ডিসেম্বর ২০২৫): ব্যান্ডেল-কাটোয়া-আহমদপুর রুটে ডাইভারশন: ১৩০৩১ হাওড়া–জয়নগর এক্সপ্রেস ১৩১৪৯ শিয়ালদহ–আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ১৩১৪৭ শিয়ালদহ–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ১৩১৬১ কলকাতা–বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ১৩১৫০ আলিপুরদুয়ার জংশন–শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ১৩১৪৮ বামনহাট–শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ রুটে ডাইভারশন (৮ ডিসেম্বর) ১২৩৪৩ শিয়ালদহ–হালদিবাড়ি দার্জিলিং মেল ১২৩৪৫ হাওড়া–গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ১২৩৪৪ হালদিবাড়ি–শিয়ালদহ দার্জিলিং মেল ১২৩৪৬ গুয়াহাটি–হাওড়া সরাইঘাট এক্সপ্রেস ব্যান্ডেল–কাটোয়া–আহমেদপুর রুটে ডাইভারশন (৯ ডিসেম্বর): ১৩১৬২ বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেস এছাড়া, ২২৩২২ সিউড়ি–হাওড়া হুল এক্সপ্রেস (৮ ডিসেম্বর) সাঁইথিয়া–আহমেদপুর–কাটোয়া–ব্যান্ডেল হয়ে চালানো হবে। ৬৩০৬৪ তিনপাহাড়–বর্ধমান মেমু (৮ ডিসেম্বর) রামপুরহাটেই যাত্রা শেষ হবে। আরও পড়ুন- মোদীর মুখে 'বঙ্কিম দা'...! তুমুল হট্টোগোল, বাঙালি বিদ্বেষ প্রশ্নে BJP-কে বিদ্ধ করল TMC আরও পড়ুন- 'মুনাফাকে অগ্রাধিকার, শিকেয় নিরাপত্তা', ইন্ডিগো বিভ্রাটের মাঝে পাইলটস অ্যাসোসিয়েশনের বিস্ফোরক মন্তব্য আরও পড়ুন- West Bengal News Live Updates: 'সংবিধানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল',বন্দে মাতরম নিয়ে লোকসভায় ঝাঁঝালো মন্তব্য মোদীর আরও পড়ুন- Weekend getaway: কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টায় পৌঁছোন স্বপ্নের স্বর্গে! বাংলার এই প্রান্ত শীতকালীন পর্যটনের বিরল রত্ন আরও পড়ুন- Corona Remedies IPO শুরু হতেই হুড়োহুড়ি! লিস্টিংয়ে ‘বড় ধামাকা’ ইঙ্গিত GMP–র আরও পড়ুন- ইন্ডিগো বিভ্রাটের জের, সংকটে হাজার হাজার যাত্রী, কোন যুক্তিতে হস্তক্ষেপে অস্বীকার সুপ্রিম কোর্টের?
পূজা ভাটের ঠোঁটে চুমু, বাবা হয়ে মেয়েকে বিয়ে করার প্রস্তাব! কেন এমন করেছিলেন মহেশ ভাট?
বলিউডে বরাবরাই ঠোঁটকাটা, বোল্ড নায়িকা হিসেবে জনপ্রিয় পূজা ভাট। শুধু সিনেমার পর্দায় নয়, তাঁর বোল্ড অবতার নানা সময় ফুটে উঠেছিল ম্যাগাজিন, পোস্টারেও। অন্যদিকে, পূজার বাবা পরিচালক মহেশ ভাটও নানা বোল্ড বিষয়ে ছবি তৈরি করে জনপ্রিয়। শুধু তাই নয়, মহেশের জীবনে তিন তিনটে নারী।
Kolkata Metro: চিংড়িঘাটা এলাকায় ৩৬৬ মিটার না জোড়া হলে অরেঞ্জ লাইনের কাজ শেষ হচ্ছে না। সেই জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে সব পক্ষ বৈঠকে বসে গত ৯ সেপ্টেম্বর। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, উৎসবের মরশুম মিটে গেলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র থেকে রবিবার রাতে ট্রাফিক ব্লক নিয়ে কাজ শেষ করবে RVNL। সেই কাজ হয়নি এখনও।
SUV গাড়ি থেকেই ধ্বংস হবে শত্রু ড্রোন! ভারতের হাতে নতুন ইন্দ্রজাল রেঞ্জার
Indrajaal Ranger: এই গাড়ি কী করবে? আসলে যে কোনও ড্রোন বা মানুষহীন যে কোনও যানকে আকাশে ধ্বংস করে দেবে। তবে, এটা কিন্তু কোনও কামান নয়। এটা দেখতে একেবারে একটা এসইউভির মতো। কোনও ড্রোন চিহ্নিত করতে ও তাকে ধ্বংস করতে ২৫ সেকেন্ড সময় লাগবে এই ইন্দ্রজালের।
বকেয়া বেতনের দাবিতে মেডিকেলে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
বকেয়া বেতন মেটানোর দাবিতে মেডিকেল সুপারের ঘরের সামনে বিক্ষোভ ট্রমা কেয়ার ভবনের অস্থায়ী কর্মীদের। রোগীদের কথা মাথায় রেখে এখনও কাজ চালিয়ে যাওয়ার দাবি করেছেন বিক্ষোভরত অস্থায়ীকর্মীরা।
‘কাতুকুতু বুড়ো’র সেটে গুরুতর চোট পেলেন উজান গঙ্গোপাধ্যায়, সামনেই অস্ত্রোপচার!
কেমন আছেন? জানালেন চূর্ণী-কৌশিকপুত্র।
রাত তিনটে অবধি পার্টি, তৃণার সঙ্গে কী কথা হলো শাহরুখপুত্র আরিয়ানের?
শহরে পার্টি। এলেন আরিয়ান খান। কলকাতায় কিছু নামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সেই পার্টিতে। ইনস্টাগ্রামে নায়িকা তৃণা সাহা আগেই জানিয়েছিলেন, এই পার্টির অংশ হবেন তিনি। এই পার্টিতে আরিয়ান খানের সঙ্গে কী কথা হলো তৃণার ? TV9 বাংলাকে তৃণা জানালেন, ''প্রায় তিনটে পর্যন্ত পার্টি করেছি। তারপর আমাকে বেরোতে হলো। কারণ শুটিং ছিল। আরিয়ান ওঁর বন্ধুদের বলছিল, যাতে আমাকে বেরোতে দেওয়া হয়। শুটিং আছে বলেই। আরিয়ান শাহরুখপুত্র। তার উপর নিজের কাজের জন্য এতটা সফল। কিন্তু এত বিনয়ী, সেটা কাছ থেকে না দেখলে বিশ্বাস হতো না।''
রাজত্বে ফিরলেন ‘ক্যুইন’! বিয়ে ভাঙার চব্বিশ ঘণ্টা পরই বাইশ গজে অনুশীলন শুরু স্মৃতির
হেলমেট, গ্লাভস, প্যাডে 'সুসজ্জিত' বিশ্বজয়ী ক্রিকেটার।
Weekly Love Horoscope: চলতি সপ্তাহে কেমন যাবে প্রেমের সম্পর্ক? দেখুন সাপ্তাহিক প্রেমের রাশিফল!
Weekly Love Horoscope: চলতি সপ্তাহের প্রেম রাশিফল ৮ থেকে ১৪ ডিসেম্বর, ২০২৫- প্রেম, সম্পর্ক এবং আবেগের জগতে নানা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। মেষ মেষ রাশির জাতকদের জন্য এটি গভীর আবেগ অনুভবের সময়। প্রিয়জনের প্রতি আকর্ষণ বাড়বে এবং দীর্ঘক্ষণ কথা বলার প্রবণতা দেখা দেবে। দূরে থাকা সম্পর্কগুলোও ফোন বা অনলাইন যোগাযোগের মাধ্যমে আরও ঘনিষ্ঠ হবে। বিবাহিত মেষদের ক্ষেত্রে এই সপ্তাহে সম্পর্কের স্বস্তি ও বোঝাপড়া বাড়বে। সন্তানদের দিক থেকেও আসতে পারে সুসংবাদ, যা পরিবারে আনন্দ এনে দেবে। আরও পড়ুন- স্রেফ চুল দেখেই যায় মানুষ চেনা, জানেন কী ভাবে? বৃষ বৃষ রাশির জন্য সপ্তাহটি প্রেমে স্থিরতা ও প্রতিশ্রুতির প্রতীক। যদি আপনি ভালোবাসার মানুষকে বিয়ের কথা বলতে চান, সময়টি অনুকূল। তাঁদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা প্রবল। দাম্পত্য জীবনে বৃষদের জন্য শান্ত ও রোমান্টিক সময় অপেক্ষা করছে। ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য নিরিবিলি সময় বের করে সম্পর্ককে আরও সুন্দর করা যাবে। সম্পর্কের কোমলতা বাড়াতে একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও সফল হতে পারে। আরও পড়ুন- কার জীবনে মিলবে সৌভাগ্য, কে হবেন ব্যর্থ? দেখুন সাপ্তাহিক রাশিফল মিথুন মিথুন রাশির জাতকরা এই সপ্তাহে প্রেমজ জীবনে কিছু অসন্তোষের মুখোমুখি হতে পারেন। বন্ধুদের জন্য অতিরিক্ত সময় বা খরচ করা নিয়ে সঙ্গীর অভিযোগ আসতে পারে। সঙ্গীর কথাকে গুরুত্ব না দিলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে এবং সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে। বিবাহিত মিথুনদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির কারও সঙ্গে সাময়িক বিরোধ দেখা দিতে পারে, তবে সময়ের সঙ্গে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তাই অযথা কোনও তর্কে জড়ানো উচিত নয়। আরও পড়ুন- কীভাবে সাজাবেন নবদম্পতির ঘর? ফুলশয্যার সময় মাথায় রাখুন বাস্তুর এই নিয়মগুলি কর্কট কর্কট রাশির ক্ষেত্রে প্রেমে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর গুরুত্ব আরও গভীরভাবে অনুভব করবেন। ফলে সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। সঙ্গীর সঙ্গে সামাজিক অনুষ্ঠান বা পার্টিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে এবং দু’জনের বোঝাপড়া আরও বাড়বে। বিবাহিত কর্কটদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা আছে। একটু যত্নশীল আচরণ আপনাকে সঙ্গীর কাছেও বিশেষ করে তুলবে। আরও পড়ুন- সুপারি দিয়ে এই উপায়গুলি করলেই জীবনে আসবে উন্নতির স্রোত! সিংহ সিংহ রাশির অবিবাহিতদের জন্য এই সপ্তাহ প্রেমের নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। তবে নতুন সম্পর্কে অতিরিক্ত তাড়াহুড়ো করলে পরবর্তীতে সমস্যায় পড়ার আশঙ্কা আছে। তাই ধীরে, স্থির মনে, পরিমিত আবেগ নিয়ে এগোনোই শ্রেয়। দাম্পত্য জীবনে সিংহদের বুঝতে হবে যে যে কোনও মতবিরোধ বন্ধুত্ব ও আন্তরিকতার মাধ্যমে মিটিয়ে নেওয়া সম্ভব। অযথা ঝগড়া এড়িয়ে গেলে সম্পর্ক আরও স্থায়ী ও মধুর হবে। কন্যা কন্যা রাশির জাতকরা মানসিক অস্থিরতার মধ্যে পড়তে পারেন, যা প্রেমে অস্থিরতা সৃষ্টি করতে পারে। প্রিয়জনকে সময় দিতে না পারলে তাঁরা কষ্ট পেতে পারেন। তাই সম্ভব হলে দু’জনে কোথাও দূরে ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। বিবাহিত জীবনে চলমান সমস্যার কারণে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু এটি বিপজ্জনক সিদ্ধান্ত হতে পারে। তাই নিজের বোধবুদ্ধিকে প্রাধান্য দিন। তুলা তুলা রাশির জাতকদের জন্য সপ্তাহটি সতর্কতার। জনসমক্ষে ফ্লার্ট করলে অপ্রিয় পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা আছে। এমনকী শারীরিক তর্ক বা আইনি ঝামেলাও হতে পারে। দাম্পত্য জীবনে শ্বশুরবাড়ির কারও কারণে ঝগড়া হতে পারে, তবে সপ্তাহের শেষে পরিস্থিতি অনেকটাই শান্ত হবে। তাই ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন। বৃশ্চিক বৃশ্চিক রাশিতে শুভ ঘটনার কারণে সঙ্গীর জন্য সময় কম দিতে হতে পারে, তাতে তাঁরা কিছুটা অখুশি হতে পারেন। তাই সুযোগ পেলে সময় দিন। দাম্পত্য জীবনে সামান্য উত্তেজনা দেখা দিতে পারে, তবে রাগের মাথায় কোনও ভুল সিদ্ধান্ত না নিয়ে শান্ত থাকাটা জরুরি। ধনু ধনু রাশির প্রেম সম্পর্ক স্থায়ী করতে চাইলে পরিবারের সাথে সঙ্গীর পরিচয় করিয়ে দেওয়ার সময় এসেছে। পরিবার থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে। বিবাহিত জীবনে ধনুর জন্য রোমান্টিক মুহূর্ত অপেক্ষা করছে। মোমবাতির আলো, গান ও সুস্বাদু খাবার—সব মিলিয়ে দাম্পত্যে কোমলতা ও সৌহার্দ্য বাড়বে। মকর মকর রাশির জন্য প্রেমে অনুকূল সময়। সম্পর্কের সমস্যা কাটিয়ে উঠে আবারও পুরনো স্বস্তি ফিরে আসবে। সঙ্গীর সঙ্গে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। দাম্পত্য জীবনে সবচেয়ে বড় শক্তি হবে পরস্পরের প্রতি বিশ্বাস। কুম্ভ কুম্ভ রাশির জাতকদের মিথ্যা বলা একেবারেই এড়িয়ে চলতে হবে। একটি ভুলই সম্পর্ককে নষ্ট করতে পারে। বিবাহিত জীবনে কিছুটা চাপ তৈরি হতে পারে, তবে সমস্যাকে এড়িয়ে না গিয়ে কথা বললে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। মীন মীন রাশির জাতকরা উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নিতে পারেন। পরিবারকে না জানিয়ে প্রেমিকের সাথে কোথাও গেলে পরিস্থিতি জটিল হতে পারে। বিবাহিত মীনদের জন্য সপ্তাহটি কঠিন হতে পারে। সামাজিক মাধ্যমে কোনো খারাপ সংবাদ মন ও সম্পর্কের ওপর চাপ ফেলতে পারে।
আবাসের চূড়ান্ত তালিকায় নাম বাদ কেন? বিডিও অফিসের সামনে বিক্ষোভ, চাঞ্চল্য বনগাঁয়
পালটা কী বলছে বিডিও অফিস?
Jalpaiguri: নাবালিকাকে ধর্ষণ করে তারপর গর্ভবতী করে দিয়েছিল, প্রৌঢ়কে কড়া শাস্তি দিল কোর্ট
Jalpaiguri: ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে মাস আটেক আগে ধূপগুড়িতে বছর পঞ্চাশের এক ব্যক্তি তার প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর তাকে নানা রকম ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এইভাবে মাস ছয়েক চলার পর ১৬ বছরের ওই নাবালিকার শরীরে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন তার বাড়ির লোকেরা। এরপর তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেয় সে গর্ভবতী।
‘সিঁদুরে’হামলা চালায় ভারত, সেই ভাওয়ালপুরে জইশ-লস্কর যৌথ সমাবেশ! নয়া ষড়যন্ত্রের ছক?
পাকিস্তানে ভাওয়ালপুরের জইশ-লস্কর যৌথ সমাবেশের ছবি প্রকাশ্যে।
‘ভীতু হলে চলবে না’, সীমান্ত এলাকায় পুলিশকে ‘প্রো অ্যাকটিভ’হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
দু'দিনের সফরে কোচবিহার গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চুল পড়ে যাচ্ছে? দুধের সঙ্গে এগুলি মিশিয়ে খেলেই মিটবে সমস্যা
আপনার জন্য রইল টিপস।
SIR পর্বে আরও কড়া নির্বাচন কমিশন
SIR In WB: এসআইআর-এর প্রথম পর্বের কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ আবারও বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এদিন বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। সূত্র মারফত জানা যাচ্ছে, এসআইআর-এর কাজ কেমন চলছে, সেটা জানতে এই বৈঠক। ঝাড়াই বাছই পর্ব যাতে আরও নিখুঁত করা যায়, সেই কারণেই এই বৈঠক।
হায়দরাবাদি বিরিয়ানি থেকে শাহী পনির, বিশ্বসেরা রসনার তালিকায় এসব ‘দেশি’পদ
একনজরে দেখে নিন সেরা পদের তালিকা, আপনি স্বাদগ্রহণ থেকে বঞ্চিত নন তো?
Gary Kirsten |নামিবিয়ার পরামর্শদাতা কার্স্টেন
জোহানেসবার্গঃনামিবিয়ার জাতীয় ক্রিকেট দলের পরামর্শদাতা হলেন গ্যারি কার্স্টেন। রবিবার নামিবিয়া ক্রিকেট সংস্থার তরফে এই ঘোষণা হয়েছে। জানা গিয়েছে, আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে নির্ধারিত থাকা টি২০ বিশ্বকাপের সময় নামিবিয়া জাতীয় দলের পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী কোচকে। নামিবিয়ার কোচ ক্রেগ উইলিয়ামসের সঙ্গে কাজ করবেন কার্স্টেন। ২০১১ সালে একদিনের ক্রিকেটে বিশ্বজয়ী ভারতীয় কোচকে […] The post Gary Kirsten | নামিবিয়ার পরামর্শদাতা কার্স্টেন appeared first on Uttarbanga Sambad .
Siliguri |‘নাতির কাছে আর ফিরতে চাই না’, এক বুক যন্ত্রণা নিয়ে বললেন বৃদ্ধা
সাগর বাগচী, শিলিগুড়ি: চোখ দুটো ছলছল করছিল। কাঁপা কাঁপা গলায় বলতে লাগলেন, ‘যতদিন বাঁচব নাতি বা কোনও আত্মীয়ের কাছে আর ফিরে যেতে চাই না।’ এক বুক যন্ত্রণা নিয়ে কথাগুলো বলছিলেন অশীতিপর শোভা রিতা গুরুং। শনিবার গভীর রাতে ইসকন রোডের একটি হোমে ঠাঁই হয় তাঁর। ছোট থেকে কোলেপিঠে করে যে নাতিকে বড় করেছেন, সেই নাতিই এভাবে […] The post Siliguri | ‘নাতির কাছে আর ফিরতে চাই না’, এক বুক যন্ত্রণা নিয়ে বললেন বৃদ্ধা appeared first on Uttarbanga Sambad .
মাথার দাম ২.৩৬ কোটি! মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মধ্যপ্রদেশে আত্মসমর্পণ ১০ মাওবাদীর
মধ্যপ্রদেশের মান্ডলা জেলাকে 'মাওবাদীমুক্ত' ঘোষণা মুখ্যমন্ত্রীর।
Bengaluru |চিন্নাস্বামীতেই আইপিএল খেলবেন বিরাটরা
বেঙ্গালুরুঃ ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। বড় অঘটন না হলে ২০২৬ সালের আইপিএলে ঘরের মাঠেই খেলার সুযোগ পাবেন বিরাট কোহলিরা। শেষ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেতাব জয়ের উৎসবের আসরে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক ম্যাচ হয়নি। সম্প্রতি জানা গিয়েছিল, ২০২৬ সালের আইপিএলও অনিশ্চিত […] The post Bengaluru | চিন্নাস্বামীতেই আইপিএল খেলবেন বিরাটরা appeared first on Uttarbanga Sambad .
হিন্দমোটরে দুষ্কৃতীরাজ! বিয়েবাড়ি থেকে ফেরার পথে বেপরোয়া গতির প্রতিবাদ করে আক্রান্ত যুবক
দাগি দুষ্কৃতী সঞ্জয় দাস ইঁট নিয়ে আক্রমণ চালায় জ্যোতিষ্কর উপর।
Humayun Kabir: কিউ আর কোড দিয়েছিলেন। পাশাপাশি দিয়েছিলেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর। সেখানে এখনও পর্যন্ত এক কোটি ৬০ লক্ষ টাকা জমা পড়েছে। অর্থাৎ সব মিলিয়ে এখনও পর্যন্ত ২ কোটির বেশি টাকা তাঁর কাছে এসে পৌঁছেছে। বাকি চারটি দানবাক্সের টাকার পরিমাণ গুনলে মনে করা হচ্ছে আড়াই কোটি ছুঁয়ে যেতে পারে।
IIT Kharagpur student died in accident: গবেষক ওই পড়ুয়ার মৃত্যুর পর প্রশ্ন উঠছে, শনিবার রেল ট্র্যাকে পৌঁছলেন কীভাবে শ্রবণ কুমার? তিনি কি নিজে গিয়েছিলেন? কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
‘এমন একজন পুরুষ চাই…’, ‘মনভাঙা’স্মৃতির পাশে দাঁড়াতে গানই সম্বল বন্ধু জেমাইমার!
স্মৃতির পাশে দাঁড়াতে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগেও খেলতে যাননি স্মৃতি।
Kumlai |দাবি সত্ত্বেও লালপুলে পর্যটনকেন্দ্র অধরা
কৌশিক দাস, বড়দিঘি: মাল ব্লকের কুমলাইয়ে (Kumlai) লালপুলকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি বহুদিনের। এমনিতেই বিগত বেশ কয়েকবছর ধরে লালপুলের তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে দূরদূরান্ত থেকে হাজির হচ্ছেন পর্যটক ও পিকনিকপ্রেমীরা। তবে, এলাকাটি এখনও পর্যটনকেন্দ্রের মর্যাদা পায়নি। সেই মর্যাদা পেতে লালপুলের সৌন্দর্যায়ন প্রয়োজন। শীতের মরশুম পড়তেই স্থানীয়রা ফের একবার দাবি বাস্তবায়নের জন্য সোচ্চার হয়েছেন। […] The post Kumlai | দাবি সত্ত্বেও লালপুলে পর্যটনকেন্দ্র অধরা appeared first on Uttarbanga Sambad .
Sonagachhi: দলে দলে সোনাগাছি ছেড়েছেন যৌনকর্মীরা, অবশেষে যৌনপল্লীতে কাটছে উদ্বেগ
Red Light Area: সোনাগাছির এক স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, এই এলাকার প্রায় সাত হাজার যৌনকর্মীর মধ্যে দেড় হাজার মহিলা ইতিমধ্যেই ভয়ে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। দীর্ঘ সময় ধরেই তাঁরা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। এবার ক্যাম্পের কথা জানানো হল সোনাগাছির মহিলাদের।
MD Salim: বাম আমলে সিপিএম-এর অন্যতম জনপ্রিয় কর্মসূচি ছিল এই 'পাড়া বৈঠক'। যেখানে পাড়ায়-পাড়ায় গিয়ে জনসংযোগ করতেন বাম নেতা-নেত্রীরা। পাড়ার একটি বাড়িতে আলোচনায় বসতেন বাম-নেতা-নেত্রীরা। সেখানে উপস্থিত হতেন পাড়ার বাকিরা। এলাকার কী কী সমস্যা? এই সমস্যা সমাধানের কী উপায়? যাবতীয় সব কিছু আলোচনা হত সেখানে। এক কথায় নিবিড় সংযোগ চলত এই বৈঠকে।
Health Workers |দুর্গতদের বাড়ি বাড়ি স্বাস্থ্যকর্মীরা
শুভাশিস বসাক, ধূপগুড়ি: ভালো কাজের স্বীকৃতি মেলেনি তাঁদের। অথচ লক্ষ্মীপুজোর রাতের প্রাকৃতিক দুর্যোগের পর থেকে কোনওকিছু না ভেবে একের পর এক কাজ করে যাচ্ছেন তাঁরা। কিন্তু তাঁদের ভালো কাজ আজও নজরে পড়েনি প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের। তবে তাতে আক্ষেপ নেই তাঁদের। সবটা ভুলেই নিজেদের কর্তব্যে এখনও দুর্গতদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন কমিউনিটি […] The post Health Workers | দুর্গতদের বাড়ি বাড়ি স্বাস্থ্যকর্মীরা appeared first on Uttarbanga Sambad .
Hansi Flick |দলের পারফরমেন্সে খুশি ফ্লিক
মাদ্রিদ: লা লিগায় দুরন্ত ছন্দে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে রিয়াল বেটিসকে ৫-৩ গোলে হারিয়ে দৌড়াচ্ছে ফেরান টোরেসরা। বেটিসের বিরুদ্ধে দলের ‘পাঁচতারা’ পারফরমেন্সে খুশি কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেছেন, ‘রিয়াল বেটিসের বিপক্ষে প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। শুরুতে পিছিয়ে পড়েও লিড নিয়েছি। তবে দ্বিতীয়ার্ধের শেষদিকে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরেও ছেলেরা ক্লাবের জন্য নিজেদের উজাড় করে দিয়েছে।’ দলের […] The post Hansi Flick | দলের পারফরমেন্সে খুশি ফ্লিক appeared first on Uttarbanga Sambad .
TMC Leader |কোদাল হাতে ভাইপোদের তাড়া, বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা
শুভাশিস বসাক, ধূপগুড়ি: জমির মালিকানা তাঁর নিজের বলে দাবি। তবুও নাকি আত্মীয়রা তাতে বাধা দিচ্ছেন। আর তাই তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এক্রামুল হক কোদাল হাতে মারমুখী হয়ে আত্মীয়দের দিকে এগিয়ে গেলেন (TMC Leader)। রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের গাদং–১ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এক্রামুল হকের সঙ্গে তাঁর ভাইপোদের বচসা বাধে। শাসকদলের অঞ্চল সভাপতি পুলিশের হুমকি দেখিয়ে […] The post TMC Leader | কোদাল হাতে ভাইপোদের তাড়া, বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা appeared first on Uttarbanga Sambad .
India Host Ukrainian President: পুতিনের পর ভারতে জেলেনস্কি? চলছে দিনক্ষণ বাছাই! তুঙ্গে জল্পনা
Zelenskyy in India: তবে এই সফরের নির্ঘণ্ট এখনও ধার্য হয়নি। গোটা ব্য়াপারটাই অত্যন্ত প্রাথমিক স্তরে রয়েছে। কিন্তু শুধুই কি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে এই পদক্ষেপ নিয়ে নয়াদিল্লি? নাকি নেপথ্য়ে রয়েছে আরও বেশ কয়েকটি কূটনৈতিক সমীকরণ?
প্রৌঢ়ত্বে প্রস্টেট ক্যানসার, ৬০ পেরোলেই নিয়মিত PSA পরীক্ষা আবশ্যক, পরামর্শ বিশেষজ্ঞের
রোগটি বংশে থাকলে ৪৫ থেকেই সাবধান হোন।
মোদি জমানায় ইতিহাস বিকৃতি! ‘বলা হচ্ছে, হিন্দু ভালো, মুসলমান খারাপ’, নিন্দায় রুশদি
মোদির আমলে ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন লেখক রুশদি।
Temba Bavuma |স্মার্ট ক্রিকেট খেলা উচিত ছিল: বাভুমা
কটক:ইতিহাসের দোরগোড়ায় ছিলেন তাঁরা। চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।ভাইজ্যাগে গতকাল ভারতের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে হেরে সিরিজও খোয়াতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। টেস্ট সিরিজ জয়ের রেশ উধাও হয়ে গিয়েছে দলের অন্দরে। রয়েছে হতাশাও। সেই হতাশা সঙ্গে নিয়ে আজ ভাইজ্যাগ থেকে কটক পৌঁছে গিয়েছেন প্রোটিয়ারা। একদিনের সিরিজ শেষে মঙ্গলবার থেকে কটকের বারাবাটি স্টেডিয়ামে শুরু হচ্ছে টি২০-র যুদ্ধ। […] The post Temba Bavuma | স্মার্ট ক্রিকেট খেলা উচিত ছিল: বাভুমা appeared first on Uttarbanga Sambad .
Digha: ৩১ শে ডিসেম্বর দিঘায় যাচ্ছেন নাকি? সমুদ্রের মাঝে দেখতে পাবেন অবাক করা কাণ্ড
Purba Medinipur: বাঙালির 'দিপুদার; দিঘা এবার নতুন বর্ষের প্রাক্কালে সেজে উঠেছে নতুন রূপে নতুন সাজে। বর্ষবরণকে সামনে রেখে দিঘা ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। চোখ ধাঁধানো আলোর রোশনাইতে নিউ দিঘা ওল্ড দিঘা ও শঙ্করপুর সেজে উঠবে। সেই কারণে নতুন দিঘা ও পুরানো দিঘার সমস্ত হোটেল মালিকদের নিজেদের হোটেল আলোয় সাজিয়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।
কুমোরটুলির শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে জুবিনের মূর্তি, পাড়ি দেবে অসমে
অসমের রাস্তায় নাকি বসানো হবে জুবিনের মূর্তি।
ভাল্লুক নিয়ে খেলা, আচমকা প্রশিক্ষকের উপর ঝাঁপিয়ে পড়ল হিংস্র প্রাণী, তারপর…
দেখুন ভাইরাল ভিডিও।
রেললাইনের ধার থেকে উদ্ধার, খড়গপুর আইআইটির গবেষকের রহস্যমৃত্যু!
তদন্ত শুরু করেছে পুলিশ।
দু’জায়গায় নাম একই ব্যক্তির, জাল সার্টিফিকেট দেখিয়ে লড়াই ভোটে! এসআইআর আবহে চাঞ্চল্য কালচিনিতে
অভিযোগ সামনে আসতেই কালচিনিতে শুরু হয়েছে চাঞ্চল্য।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) হিন্দু মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে নৃশংসভাবে খুন (Hindu freedom fighter killed)। রবিবার সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর চাকলা গ্রামের বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, দুজনকেই গলা কেটে খুন করা হয়েছে (Throats slit)। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ওপার বাংলায়। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতরা হলেন […] The post Bangladesh | হিন্দু মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে নৃশংসভাবে খুন! ঘর থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য বাংলাদেশে appeared first on Uttarbanga Sambad .
'ধুরন্ধর'-এর উদ্দেশে বালোচিস্তানের মানবাধিকার কর্মীর তরফে ধেয়ে এল কটাক্ষ।
ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্তকে ২৫ বছর কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ি আদালতের
নাবালিকার পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ আদালতের।
Aadhaar Card: হোটেলে চাইতে পারবে না আপনার Aadhaar-এর জেরক্স, বদলে গেল QR Code যাচাইকরণের পদ্ধতি!
Aadhaar Card: নতুন এই নিয়ম খুব দ্রুততার সঙ্গে কার্যকর করা হচ্ছে। আর এই কার্যকর পিছনে একটাই মূল লক্ষ্য। এই যাচাইকরণ প্রক্রিয়াকে কাগজনির্ভর থেকে সরিয়ে ডিজিটাল করে দেওয়া। আসলে, আমরা বিভিন্ন ক্ষেত্রে যে আধারের জেরক্স কপি জমা করি, তাতে আধারের তথ্যের অপব্যবহারের ঝুঁকি বৃদ্ধি পায়।
East Bengal FC Win: 'ধুঁয়াধার' জয় ইস্টবেঙ্গলের, জ্বলে উঠল লাল-হলুদ মশাল
East Bengal FC: রবিবার (৭ ডিসেম্বর) সুপার কাপ ফাইনালে হেরে গিয়েছে ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দল। এই হারের পর লাল-হলুদ সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছিলেন। অস্কার ব্রুজোঁ কোচ হয়ে আসার পর ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একটাও ম্য়াচ জিততে পারেনি। এই পরিস্থিতিতে সমর্থকদের ক্ষতে কিছুটা হলেও মলম লাগালেন মশাল গার্লসরা। ২০২৫ সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্য়াচে দুর্দান্ত জয়লাভ করল কলকাতার এই শতাব্দী-প্রাচীন ফুটবল ক্লাব। নেপালের দশরথ স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। ৪-০ গোলে জয় ইস্টবেঙ্গলের প্রসঙ্গত এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ইস্টবেঙ্গল ভূটানের ফুটবল ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে তারা ৪-০ গোলে জয়লাভ করেছে। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেডের হয়ে জোড়া গোল করলেন তারকা ফুটবলার ফাজিলা। এছাড়া একটি করে গোল করলেন সুলঞ্জনা রাউল এবং রেস্টি নানজিরি। এই জয়ের পর স্বাভাবিকভাবে সমর্থকদের উচ্ছ্বাসের বাঁধ ভাঙতে শুরু করেছে। (বিস্তারিত আসছে...)
মোদীর মুখে 'বঙ্কিম দা'...! তুমুল হট্টোগোল, বাঙালি বিদ্বেষ প্রশ্নে BJP-কে বিদ্ধ করল TMC
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক জোরালো হয়েছে। বাংলার নবজাগরণের অন্যতম প্রধান কান্ডারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লোকসভায় দাঁড়িয়ে ‘বঙ্কিমদা’ সম্বোধন করায় বিজেপির 'বাঙালি বিদ্বেষ' ইস্যুতে বিজেপিকে তুলোধোনা তৃণমূলের। মোদীর এই মন্তব্যের তীব্র আপত্তি জানানো হয়েছে তৃণমূলের তরফে। পশ্চিমবঙ্গের শাসকদলের দাবি, বহুদিন ধরেই বাংলার মনীষীদের অপমান করে আসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কখনও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ভুল বলে সমালোচিত হয়েছেন জে.পি. নাড্ডা, কখনও স্বামী বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছে বিজেপি। এমনকি অমিত শাহের রোডশো'র সময় ভেঙে দেওয়া হয়েছিল বিদ্যাসাগরের মূর্তিও, এমনই অভিযোগ শাসকদলের। এবার সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিম দা' বলায় সুর চড়িয়েছে তৃণমূল। উল্লেখ্য সোমবার লোকসভার শীতকালীন অধিবেশনে ‘বন্দে মাতরম্’ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধনের ঘটনায় তৃণমূল সরাসরি বিজেপির বাংলাবিরোধী মনোভাবের প্রমাণ বলেই কটাক্ষ করেছে। মোদীর মন্তব্য থামিয়ে বিরোধিতায় সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “অন্তত বঙ্কিমবাবু বলুন।” আপত্তির পরই নিজের সম্বোধন বদলে নেন প্রধানমন্ত্রী। তাতেই মোদী নিজের বক্তব্য থামিয়ে আপত্তি মেনে নেন। তিনি বলেন, “ঠিক আছে, বঙ্কিমবাবু বলছি। আপনার অনুভূতিকে সম্মান জানাই।” পরে খানিক রসিকতার সুরে তিনি যোগ করেন, “তবে আপনাকে দাদা বলে ডাকতে পারি তো? নাকি তাতেও আপত্তি আছে?” তবে তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, “মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বললেন, তাতে মনে হল যেন 'চায়ের আড্ডা'য় বসে চলছে আলাপ-চারিতা। বাংলা ও বাঙালি এটাকে ভালভাবে নেয়নি।” আরও পড়ুন- 'মুনাফাকে অগ্রাধিকার, শিকেয় নিরাপত্তা', ইন্ডিগো বিভ্রাটের মাঝে পাইলটস অ্যাসোসিয়েশনের বিস্ফোরক মন্তব্য আরও পড়ুন- West Bengal News Live Updates: 'সংবিধানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল',বন্দে মাতরম নিয়ে লোকসভায় ঝাঁঝালো মন্তব্য মোদীর আরও পড়ুন- Weekend getaway: কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টায় পৌঁছোন স্বপ্নের স্বর্গে! বাংলার এই প্রান্ত শীতকালীন পর্যটনের বিরল রত্ন আরও পড়ুন- Corona Remedies IPO শুরু হতেই হুড়োহুড়ি! লিস্টিংয়ে ‘বড় ধামাকা’ ইঙ্গিত GMP–র আরও পড়ুন- ইন্ডিগো বিভ্রাটের জের, সংকটে হাজার হাজার যাত্রী, কোন যুক্তিতে হস্তক্ষেপে অস্বীকার সুপ্রিম কোর্টের?
Vande Mataram: ‘রাজ্য সরকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে প্রাপ্য় সম্মান দেয়নি’, বিস্ফোরক প্রপৌত্র সজল
Vande Mataram Debate: তাঁর দাবি, 'আমাদের বঙ্কিম ভবন এবং একটি বিশ্ববিদ্যালয় চাই। সংসদে প্রথমে জাতীয় সঙ্গীত বাজে, এটা মৌখিক ভাবে হয়। কিন্তু তারপর যখন বন্দে মাতরম বাজে, সেটা হয় শুধু সুরের মাধ্যমে অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল। কিন্তু আমাদের দাবি, এটাও গাইতে হবে।'
Mamata Banerjee Speech Today Live: বাংলায় ডিটেনশন নয়! কোচবিহার থেকে বার্তা মমতার
Breaking News in Bengali Live Updates: মমতার কোচবিহার সফর, সেই কোচবিহারেই প্রথমসারির নেতাদের মধ্যে দানা বেঁধেছে গোষ্ঠীদ্বন্দ্ব। এদিকে কলকাতায় আবার ফুল-বদলের সম্ভবনা। শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিতে পারেন দুই জনপ্রিয় তৃণমূল ছাত্রনেতা। সব মিলিয়ে ভোটের আগেই চড়ছে রাজনীতি। নজরে আজ সারাদিন।
মঞ্চে উঠে কণিকাকে কোলে তোলার চেষ্টা দর্শকের, বিপাকে ‘বেবি ডল’ গায়িকা
রবিবার রাতে মেঘালয়ের জনপ্রিয় 'মেগং' ফেস্টিভ্যালের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কণিকা। মঞ্চে উঠে একের পর এক সুপারহিট গান গাইছিলেন। কণিকার গানে মজে গিয়েছিলেন উপস্থিত প্রায় হাজার হাজার শ্রোতা। ঠিক তারই মাঝে বিপত্তি। হঠাৎই দর্শকের মধ্যে থেকে এক অনুরাগী উঠে আসেন মঞ্চে।
East Bengal: স্বপ্ন অধরা, শিল্ডের পর সুপার কাপ ফাইনালেও টাইব্রেকারে হার ইস্টবেঙ্গলের
East Bengal: আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগানের কাছে টাইব্রেকারেই হেরেছিল ইস্টবেঙ্গল। পেনাল্টি শুটআউটের সময় গিলের জায়গায় দেবজিৎ মজুমদারকে নামানোর পরামর্শ দিয়েছিলেন সন্দীপ নন্দী। টাইব্রেকারে ম্যাচ হারের পর সন্দীপের সঙ্গে অস্কারের ঝামেলার রেশ এতটাই বাড়ে যে, সুপার কাপ খেলতে গিয়ে গোয়া বিমানবন্দর থেকেই ইস্তফা দিয়ে শহরে ফিরে আসেন আশিয়ানজয়ী গোলকিপার।
বিপর্যয়ের জেরে ইন্ডিগোর শেয়ারে বিরাট পতন, একদিনে প্রায় ৯ শতাংশ পড়ল দাম
পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে বলে অনুমান।
Amit Shah: সবরমতীর ধারে স্বর্গীয় পরিবেশ, ‘প্রমুখ বার্নি অম্রুত মহোৎসব’-এ হাজির হলেন অমিত শাহ
BAPS-এর প্রেসিডেন্ট হিসেবে ৭৫ বছর পার করেছেন প্রমুখ স্বামী মহারাজ। তারই উদযাপন হয় এই উৎসবে। সারাজীবন কীভাবে স্বার্থহীনভাবে কাজ করে গিয়েছেন তিনি, তারই উদযাপন করা হয়। মানবসেবার কাজ করতে গিয়ে কখনও জাতি, বর্ণ দেখেননি মহারাজ। এমনকী ১৯৫০ সালে প্রেসিডেন্ট হওয়ার পর নিজে হাতে বাসনও মেজেছেন তিনি।
এইমসে চাকরি দেওয়ার নামে আর্থিক ‘প্রতারণা’, গ্রেপ্তার কল্যাণীর বিজেপি নেত্রী
প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেত্রী।
ভুট্টার অতিরিক্ত ফলনে হিমঘরের অভাব, আলু চাষে আগ্রহ কমছে উত্তর দিনাজপুরে
নতুন আলু অত্যন্ত কম দামে খোলা বাজারে ছেড়ে দিতে বাধ্য হন চাষিরা।
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মবার্ষিকী, আলিপুরদুয়ারে ‘প্রাচীচেতা মহোৎসব’-এ জনজোয়ার
ভক্তদের ভিড়ে মুখরিত প্যারেড গ্রাউন্ড, বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে হাজারো মানুষের ভিড়।
CM Mamata Banerjee |‘এত ভীতু হলে চলবে না’, পুলিশকে সক্রিয় হতে পরামর্শ মমতার
উত্তরবঙ্গে সংবাদ ডিজিটাল ডেস্ক: কোচবিহারে (Cooch Behar) প্রশাসনিক সভামঞ্চ থেকে বিএসএফের ‘পুশব্যাক’ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কাউকে কাউকে পুশ করা হচ্ছে, লোকাল পুলিশরা কী করছে? আপনাদের হাতের নাগাল থেকে কী করে বেরিয়ে যাচ্ছে? এই যে আমরা যে গর্ভবতী মা কে নিয়ে এলাম তার পরিবারের চার জন এখনও […] The post CM Mamata Banerjee | ‘এত ভীতু হলে চলবে না’, পুলিশকে সক্রিয় হতে পরামর্শ মমতার appeared first on Uttarbanga Sambad .
ছেলেদের সুপার কাপ হারের জ্বালা মেটাল ‘মশাল গার্লস’! জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু ইস্টবেঙ্গলের
একমাত্র ভারতীয় ক্লাব হিসেবে এই টুর্নামেন্টে খেলছে ইস্টবেঙ্গল।
চেরনোবিলে অতিসংকট! ক্ষতিগ্রস্ত সুরক্ষাবলয়, রুশ-ইউক্রেন যুদ্ধে জেগে উঠবে ‘ঘুমন্ত দানব’?
চেরনোবিল দুর্ঘটনার কথা আজও ভোলেনি বিশ্ব।
Gautam Gambhir Controversy: সুযোগ বুঝে ইউ টার্ন! রোহিত-কোহলিকে নিয়ে তোলপাড় মন্তব্য 'গুরু' গম্ভীরের
Gautam Gambhir: প্রত্যেক ভারতীয় ক্রিকেট সমর্থকের আপাতত ইচ্ছে একটাই। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) যেন টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) হয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলেন। গত ২ ওয়ানডে ম্য়াচেই টিম ইন্ডিয়ার এই ২ তারকা ব্যাটার যথেষ্ট প্রশংসনীয় পারফরম্য়ান্স করেছেন। বলা ভাল, ব্যাট হাতে তাঁরা কার্যত রানের বন্যা ছুটিয়েছেন। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাঁদের আগামী ওয়ানডে বিশ্বকাপে দেখতে চাইবেন। IND vs SA 1st T20I Timing: বদলে গেল ভারত-আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচের সময়! না জানলে হাত কামড়াবেন কিন্তু, গম্ভীর এই ব্যাপারে স্পষ্টভাবে কোনও মন্তব্য করতে চাইছিলেন না। শুধু বলে যাচ্ছিলেন, ওয়ানডে বিশ্বকাপের জন্য তো এখনও হাতে ২ বছরের বেশি সময় রয়েছে। তবে এবার তিনি আচমকা নিলেন ইউ টার্ন! রোহিত এবং কোহলির ব্যাপারে অনর্গল প্রশংসা তাঁর মুখ থেকে ঝরে পড়ছে। ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে রোহিত এবং কোহলির অভিজ্ঞতা যে কতখানি গুরুত্বপূ্র্ণ, সে কথাও স্বীকার করলেন তিনি। IND vs SA Highlights, 3rd ODI: বিধ্বংসী শতরান যশস্বীর, জয়গাথা লেখা হল কিং কোহলির ব্যাটে রোহিত-বিরাটকে নিয়ে কী বললেন বিরাট? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভরপুর প্রশংসা করলেন গৌতম গম্ভীর। এই ভারতীয় ক্রিকেট দলের কাছে অভিজ্ঞতা কতখানি গুরুত্বপূর্ণ, সেটাই স্পষ্ট করে দেন তিনি। এরপরই ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ মনে করছেন, আগামী ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন এই ২ মহা তারকা। IND vs SA 3rd ODI, Quinton de Kock Century: শুধু সেঞ্চুরিতেই ক্ষান্ত নন, এই ৫ রেকর্ডও গড়লেন কুইন্টন ডি কক! গম্ভীর বললেন, 'দুজনেই অসাধারণ ক্রিকেটার। আমি আগেও বেশ কয়েকবার বলেছি যে ওঁরা দুজনেই বিশ্বমানের ক্রিকেটার। এই ফরম্যাটে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করে। ওঁদের অভিজ্ঞতা ভারতীয় ড্রেসিংরুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত বছর ধরে রোহিত এবং বিরাট ভারতীয় ক্রিকেট দলের জন্য যা করেছেন, আজও সেটাই করে যাচ্ছেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন ধরে পারফরম্য়ান্স করছেন। আশা করা যায়, আগামী ভবিষ্যতেও এমনটাই করবেন। কারণ ওয়ানডে ফরম্য়াটে ভারতীয় ক্রিকেটের জন্য এটাই দরকার।' IND vs SA Toss News: কুসংস্কার না অন্ধবিশ্বাস, কোন গুপ্তমন্ত্রে টস ভাগ্য ফেরাল টিম ইন্ডিয়া? চওড়া ব্যাটে জবাব দিয়েছেন রোহিত-বিরাট অনেকেই মনে করতে শুরু করেছিলেন, টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি হয়ত আগেরমতো পারফরম্য়ান্স করতে পারবেন না। কিন্তু, ইতিমধ্যে তাঁরা সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজে রোহিত শর্মা ২০২ রান করেছিলেন। এরমধ্য়ে একটি সেঞ্চুরি এবং একটি অর্ধশতরান ছিল। সেকারণে তাঁর হাতে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কারও তুলে দেওয়া হয়। অন্যদিকে, বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ৩০২ রান করেন। এরমধ্যে ২ সেঞ্চুরি এবং একটি অর্ধশতরান রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনিই প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন।
‘হিন্দি রাষ্ট্রভাষা’, গীতাপাঠের মঞ্চে মন্তব্য বোসের, প্রকাশ্য বিবৃতিতে সংশোধনের দাবি কুণালের
হিন্দি প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যপাল মা ও ধাত্রী মায়ের তুলনা করেছেন।
‘প্রয়োজনে কঠোর ব্যবস্থা’, ইন্ডিগো বিভ্রাটের মধ্যে বিমানসংস্থাগুলিকে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর
রাজ্যসভায় বললেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী।
Kishanganj |পণে বাইক দিতে অস্বীকার কনেপক্ষের, বিয়ে ভেঙে দেওয়ায় গ্রেপ্তার পাত্র
কিশনগঞ্জ: বিয়ের দিন পাকা। কার্ড ছাপানো থেকে শুরু করে নিমন্ত্রণও প্রায় সেরে ফেলেছে দুই পক্ষই। কনের বাড়িতে শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল বাঁধার কাজ। বিয়ের যাবতীয় আয়োজনও প্রায় সম্পন্ন। শনিবার ছিল আশির্বাদের অনুষ্ঠান। আর এই সময়ই বায়না ধরেন পাত্র। তাঁর চাই দামি মোটরবাইক। পাত্রীপক্ষ হবু বরের দাবি মানতে অস্বীকার করে। বিয়ে ভেঙে দেয় পাত্র। এমনই চাঞ্চল্যকর […] The post Kishanganj | পণে বাইক দিতে অস্বীকার কনেপক্ষের, বিয়ে ভেঙে দেওয়ায় গ্রেপ্তার পাত্র appeared first on Uttarbanga Sambad .
CM Mamata Banerjee |‘কোচবিহার সীমান্ত জেলা, এখানে কড়া নজর রাখতে হবে’, প্রশাসনিক বৈঠকে বললেন মমতা
কোচবিহার: কোচবিহার (Cooch Behar) সীমান্ত জেলা। এখানে কড়া নজর রাখতে হবে। সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর কথায়, ‘এখানে কারও মাতব্বরি চলবে না। এলাকা শান্ত রাখতে হবে।’ পাশাপাশি এদিন ফের এসআইআর ইস্যুতে বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। বৈঠকে মমতা বলেন, ‘আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না। ১৯৭১-এর মার্চ পর্যন্ত […] The post CM Mamata Banerjee | ‘কোচবিহার সীমান্ত জেলা, এখানে কড়া নজর রাখতে হবে’, প্রশাসনিক বৈঠকে বললেন মমতা appeared first on Uttarbanga Sambad .
Humayun Kabir |‘আমার প্রাণ সংশয়ে!’বাবরি-শিলান্যাসের পরই ভয়ে কাঁটা ভরতপুরের তৃণমূল বিধায়ক
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘আমার প্রাণ সংশয় রয়েছে। গত কয়েকদিন ধরে ফোনের মাধ্যমে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে,’ বিস্ফোরক ভারতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (TMC MLA Humayun Kabir)। আগামী বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) নতুন দল গড়ে ১৩৫ আসনে প্রার্থী দেওয়ার কথা সম্প্রতি ঘোষণা করেছিলেন হুমায়ুন। পাশাপাশি শনিবারই বেলডাঙায় মসজিদ নির্মাণের শিলান্যাস করেন। এই পরিস্থিতিতে হুমায়ুনের […] The post Humayun Kabir | ‘আমার প্রাণ সংশয়ে!’ বাবরি-শিলান্যাসের পরই ভয়ে কাঁটা ভরতপুরের তৃণমূল বিধায়ক appeared first on Uttarbanga Sambad .

18 C