Sonali Bendre: ক্যানসার নিয়ে তীব্র বিতর্কে সোনালী, কেন?
‘তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক লাইভ টেলিকাস্ট করুন’, কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের
১০ জনের জায়গায় পাঁচ সংসদকে বৈঠকের অনুমতি কমিশনের, পালটা চ্যালেঞ্জ অভিষেকের।
দিল্লি বিস্ফোরণে প্রশ্ন নিরাপত্তা নিয়ে, ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু!
চলতি বছর অন্তত তিনবার ভারত সফরের পরিকল্পনা করেছেন নেতানিয়াহু।
শীত এলেই মাছের আঁশের মতো খসখসে হয়ে ওঠে ত্বক? জানুন রোগের লক্ষণ ও চিকিৎসা
এই বিশেষ চর্মরোগটির নাম ইকথিয়োসিস ভলগারিস।
‘রাস্তা’পিচের খানাখন্দে কাঁপছেন সুদর্শনরা! গুয়াহাটিতেও ভরাডুবির অপেক্ষায় ‘গম্ভীর’টিম ইন্ডিয়া
ভারতের সামনে পাহাড় প্রমাণ লক্ষ্য রেখেছে দক্ষিণ আফ্রিকা।
জমি দান প্রাক্তনীর, মার্কিন মুলুকে তৈরি হচ্ছে আইআইটি খড়গপুরের শাখা
১৯৫১-য় দেশের প্রথম ভারতীয় প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান হিসাবে আইআইটি খড়গপুরের জন্ম।
Jalpaiguri: চলছিল ময়নাতদন্তের তোড়জোড়, হাসপাতালেই মৃতার গা থেকে সাফ সমস্ত সোনার গয়না
Theft in Hospital: এদিন সকালে পরিবারের লোকজন এসে দেখেন মনখুশির মুখ একদিক থেকে অন্য দিকে ঘুরিয়ে রাখা হয়েছে। আর তাঁর শরীরে যে সমস্ত গয়না ছিল সব উধাও। তা দেখেই চোখ কপালে উঠে যায় তাঁদের। দেখা মাত্রই বিষয়টি তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রামরাজ্যের অনুপ্রেরণায় তৈরি হবে ‘বিকশিত ভারত’! অযোধ্যার (Ayodhya) রামমন্দিরে মঙ্গলবার ধ্বজারোহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেন, ‘একটি বিকশিত ভারত গড়ে তুলতে হলে, আমাদের সমাজের এই সম্মিলিত শক্তির প্রয়োজন। আমি খুবই খুশি যে রাম মন্দিরের ঐশ্বরিক প্রাঙ্গণ ভারতের সম্মিলিত ক্ষমতার জাগরণের কেন্দ্র হয়ে উঠছে। ’ এদিন মার্গশীর্ষ মাসের শুক্ল […] The post PM Narendra Modi | রামরাজ্যের অনুপ্রেরণায় তৈরি হবে ‘বিকশিত ভারত’! অযোধ্যায় ধ্বজারোহণের পর আর কী বললেন মোদি? appeared first on Uttarbanga Sambad .
আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পলাশের সঙ্গে এক রহস্যময়ী মহিলার চ্যাটের কয়েকটি স্ক্রিনশট। তারপর থেকেই জল্পনা চরমে। বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার আসল কারণ সত্যি স্মৃতির বাবার অসুস্থতা নাকি রহস্যময়ী মহিলার সঙ্গে পলাশের 'দুষ্টু' চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হওয়া?
EPFO Pension: ৩০ বছর বয়স থেকে চাকরি করছেন, ৬০-এ অবসর নিলে কত পেনশন পাবেন জানেন?
Employees' Provident Fund Organisation: যে কোনও বেসরকারি কর্মচারীর বেতনের একটি অংশ কেটে নিয়ে জমা হয় তাঁর ইপিএফ অ্যাকাউন্টে। আর তিনি যে সংস্থায় কাজ করেন, সেই সংস্থাও ওই একই পরিমাণ অর্থও তাঁর ইপিএফ অ্যাকাউন্টে জমা দিয়ে থাকে। সাধারণ ভাবে কোনও ব্যক্তির বেসিক স্যালারি ও মহার্ঘ্য ভাতা মিলিয়ে যা হয় তার ৮.৩৩ শতাংশ জমা হয় এই এমপ্লয়িজ পেনশন স্কিমে।
বিহারে জয়ী লিস্টে বাহুবলীর সংখ্যাই বেশি
আশিস ঘোষ তাঁর দাপটে বাঘে গোরুতে এক ঘাটে জল খায়। মোকামায় তিনিই শেষ কথা। গোটা তল্লাটে লোকে তাঁকে জানেন ‘ছোটে সরকার’ নামে। দাপুটে এই ভূমিহার বাহুবলী এবারের ভোটে বিহার বিধানসভার সদস্য হয়েছেন। তিনি দশবার শপথ নেওয়া মুখ্যমন্ত্রী সুশাসনবাবু নীতীশ কুমারের ঘোষিত সমর্থক। তিনি ভোটের প্রচারে বারবার বলেছেন, নীতীশকে মুখ্যমন্ত্রী না করা হলে তিনি বিধায়ক […] The post বিহারে জয়ী লিস্টে বাহুবলীর সংখ্যাই বেশি appeared first on Uttarbanga Sambad .
সরকারি বাসের ধাক্কায় কাটা পড়ল তরুণীর হাত, মর্মান্তিক দুর্ঘটনা রাজারহাটে
মৃত্যুর সঙ্গে ওই তরুণী পাঞ্জা লড়ছেন।
Cristiano Ronaldo |ফের বাইসাইকেল কিকে গোল পর্তুগিজ তারকার, ৭ বছর আগের স্মৃতি ফেরালেন রোনাল্ডো
রিয়াধ: ২০১৮ সালের ৪ এপ্রিল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্তাসের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের জার্সিতে বাইসাইকেল কিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলটা মনে আছে? যা দেখে রিয়ালের তৎকালীন কোচ জিনেদিন জিদান বিস্ময়ে মাথায় হাত দিয়েছিলেন। জাম্পকাট টু ২০২৫ সালের ২৩ নভেম্বর। ৪০-এ পা রাখলেও অভ্যাস বদলায়নি পর্তুগিজ তারকার। রবিবার রাতে ফের একবার বাইসাইকেল কিক বেরোল রোনাল্ডোর বিখ্যাত ডান […] The post Cristiano Ronaldo | ফের বাইসাইকেল কিকে গোল পর্তুগিজ তারকার, ৭ বছর আগের স্মৃতি ফেরালেন রোনাল্ডো appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘তৃণমূলের কেউ কিছু না করলে জেলে ঢুকিয়ে দাও, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলে বিদেশে পাঠিয়ে দাও’ মঙ্গলবার দুপুরে মতুয়াগড়ে দাঁড়িয়ে নাম না করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে (Shantanu Thakur) বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চলতি মাসের শুরুতে তৃণমূল শিবিরের তরফে অভিযোগ করা হয়, উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে সিএএ (CAA) […] The post CM Mamata Banerjee | ‘বিজেপির মন্ত্রীরা চুরি করলে বিদেশে পাঠিয়ে দাও’, নাম না করে শান্তনু ঠাকুরকে নিশানা মুখ্যমন্ত্রীর appeared first on Uttarbanga Sambad .
Celina Jaitly Husband-Domestic Violence: ৪৪৩ দিন পরও ভাইয়ের কোনও খোঁজ পাননি অভিনেত্রী সেলিনা জেটলি। অভিনেত্রীর অভিযোগ, সংযুক্ত আরব আমিরশাহিতে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে তাঁকে। অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ভাইয়ের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি, দিল্লি হাই কোর্টের দ্বারস্থও হয়েছেন সেলিনা। এর মাঝেই মহাবিপদ। বাড়িতেই চরম মানসিক, শারীরিক ও যৌন নির্যাতনের শিকার অভিনেত্রী। অভিযোগের আঙুল স্বামীর দিকে। হ্যাঁ, অস্ট্রিয়ান স্বামী পিটার হ্যাগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে স্থানীয় আদালতের দ্বারস্থ হয়েছেন। View this post on Instagram A post shared by Celina Jaitly (@celinajaitlyofficial) মুম্বই আদালতে মামলা করে স্বামীর থেকে ৫০ কোটি টাকার খোরপোশ দাবি করেছেন সেলিনা। সন্তানদের জন্য মাসিক ১০ লক্ষ টাকার দাবিও করেছেন। মঙ্গলবার বিচারিক ম্যাজিস্ট্রেট এস. সি. টাড্য়ের আদালতে এই আবেদনের শুনানি হয়। সেলিনার স্বামীকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। পরবর্তী শুনানির দিন আগামী ১২ ডিসেম্বর। ৪৭ বছর বয়সি এই অভিনেত্রী দাবি করেছেন, স্বামীর শারীরিক, মানসিক, যৌন এবং মৌখিক নির্যাতনের কারণে তিনি অস্ট্রিয়ায় নিজের বাড়ি ছেড়ে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছেন। আরও পড়ুন 'জুবিনকে খুন করা হয়েছে', বিধানসভায় বক্তব্য পেশ করার মাঝে বিস্ফোরক মুখ্যমন্ত্রী সেলিনার অভিযোগ, 'মানুষ হিসাবে অত্যন্ত খারাপ মানুষ। এতটাই স্বার্থপর যে নিজেরটা ছাড়া কিছু বোঝে না। সবসময় মাথা গরম আর মদে আসক্ত।' আরও বলেছেন, 'আমাকে সবসময় বলত আমি নাকি ওঁর পরিচারিকার মতো দেখতে। এ ছাড়া গায়ে হাত তোলা, গালিগালাজ ছিল নিত্যসঙ্গী।' আবেদনে আরও বলা হয়েছে, সেলিনার স্বামী গত আগস্টে অস্ট্রিয়ার একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন দায়ের করেছেন। আরও পড়ুন দাম্পত্যের ১১ বছর পর দুই থেকে তিন হচ্ছেন রবি দুবে সরগুন মেহতা? হাসপাতালের বাইরে দেখা মিলতেই চর্চা তুঙ্গে ২০১০ সালের সেপ্টেম্বরে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের পর হ্যাগ তাঁকে কাজ করতে বারণ করেছিলেন। দায়ের করা অভিযোগে উল্লেখ রয়েছে, সন্তানদের কাছে রাখতে দেখনি সেলিনার স্বামী। তিন সন্তানের কাছে যাওয়ার অধিকার চেয়েছেন, যাঁরা বর্তমানে ওদের বাবার সঙ্গে অস্ট্রিয়ায় রয়েছে। আরও পড়ুন ধরমের চলে যাওয়ার পর আর কখনও নিজের জন্মদিন উদযাপন করার ইচ্ছে হবে না: শর্মিলা ঠাকুর
যতদিন রাজ্যপালরা সংবিধান বর্ণিত এক্তিয়ারের মধ্যে থাকেন, ততদিন সমস্যা হয় না। যেই তাঁরা কেন্দ্রের প্রতিনিধি হিসাবে রাজ্যের এক্তিয়ারে নাক গলানোর চেষ্টা করেন, সঙ্গে সঙ্গে সংঘাত শুরু হয়ে যায়। বিশেষ করে কেন্দ্র ও রাজ্যের শাসকদল যদি ভিন্ন হয় এবং পরস্পরের বিরোধী হয়। তবে কেন্দ্রের আস্থাভাজন রাজ্যপাল থাকলেই যে বিরোধ বাধবে- এমন নিশ্চয়তা নেই। বাম জমানায় বিজেপি […] The post গরিমা তলানিতে appeared first on Uttarbanga Sambad .
Sachin Tendulkar |ধর্মেন্দ্রর প্রয়াণে শোকস্তব্ধ তেন্ডুলকার-বিরাটরা
মুম্বই: সোমবার মুম্বইয়ের নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৯ বছরের ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সিনেমাজগৎ সহ গোটা দেশ। বাদ যাননি শচীন তেন্ডুলকার, বিরাট কোহলিরাও। শচীন এক্সে লিখেছেন, ‘অগণিত ভারতীয়র মতো আমিও ছিলাম ধর্মেন্দ্রজির অভিনয়ের ভক্ত। ওঁর সঙ্গে দেখা হওয়ার পর সেই অনস্ক্রিন সম্পর্ক আরও মজবুত হয়ে ওঠে। প্রাণশক্তি ছিল ছোঁয়াচে। আমায় উনি প্রায়ই বলতেন, […] The post Sachin Tendulkar | ধর্মেন্দ্রর প্রয়াণে শোকস্তব্ধ তেন্ডুলকার-বিরাটরা appeared first on Uttarbanga Sambad .
বাংলাদেশে মৌলবাদীদের নিশানায় বাউল শিল্পীরা! উঠছে হুঙ্কার, ‘একটা একটা বাউল ধর…’
আবুল সরকার নামে এক বিখ্যাত বাউল শিল্পীর গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
Haldibari |বাংলা ফুটবল দলে হলদিবাড়ির কাবেরী
অমিতকুমার রায়, হলদিবাড়ি : ক্লাসরুম নয়, সবুজ মাঠে স্বাচ্ছন্দ্যে থাকত মেয়েটি। বল দখলের লড়াইয়ে ছেলেদের টেক্কা দিত অনায়াসে। মেয়েটির পায়ের স্কিলে যে জাদু রয়েছে, জহুরির চোখে দেখেছিলেন দেওয়ানগঞ্জ হাইস্কুলের ক্রীড়া শিক্ষক প্রসেনজিৎ দত্ত। তাঁর তত্ত্বাবধানে শুরু হয়েছিল মেয়েটির ‘নতুন ক্লাস’। হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর হুদুমডাঙ্গার কাবেরী রায় এখন অনূর্ধ্ব-১৭ বাংলা ফুটবল দলের […] The post Haldibari | বাংলা ফুটবল দলে হলদিবাড়ির কাবেরী appeared first on Uttarbanga Sambad .
গার্হস্থ্য হিংসার শিকার সেলিনা জেটলি! স্বামীর বিরুদ্ধে ছুটলেন আদালতে
বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ২০১২ সালের মার্চ মাসে যমজ পুত্র সন্তানের মা হন সেলিনা। ২০১৭ সালে ফের যমজ পুত্র সন্তান হয় তাঁর। তবে বিরল রোগের কারণে, এক সন্তানকে হারান সেলিনা। সেই সময় সেলিনার জীবন দিয়ে ঝড় বয়ে গিয়েছিল। তবে নিজেকে সামলে নিয়ে ছিলেন সেলিনা।
CM Mamata Banerjee: বাংলাকে আঘাত করলেই প্রত্যঘাত, এদিন মতুয়াগড়ে গিয়ে রীতিমতো পদ্ম শিবিরের বিরুদ্ধে কার্যত এ ভাষাতেই হুঙ্কার শোনা গেল মমতার। তাঁর দাবি, বাংলা দখল করতে গিয়ে গুজরাত হারাবে, দেশ হারাবে। আক্রমণের ধার ধাপে ধাপে চড়াতে চড়াতে বর্ক্তৃতার এক্কেবারে শেষ লগ্নে তীব্র ভাষায় তুলোধনা করেন।
Bankura: হাসপাতালে বসে কেঁদে ভাসাচ্ছেন BLO, দেখতে হাজির তৃণমূল নেতা
Bankura: কী করে কাজ সম্পূর্ণ করবেন তা নিয়ে রীতিমত দুশ্চিন্ত ধরা পড়েছে তাঁর গলায়। এদিকে বিএলও অসুস্থ হয়ে পড়ার খবর জানাজানি হতেই হাসপাতালে তাঁকে দেখতে হাজির হন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত। তিনি এই ঘটনার সম্পূর্ণ দায় চাপিয়েছেন বিজেপির কাঁধে। তাঁর দাবি নির্বাচন কমিশন বিজেপির কমিশনে পরিণত হয়েছে।
কবিতার পাশাপাশি প্রাণজুড়ে ছিল গানও
আশুতোষ বিশ্বাস প্রকৃতি-নিঃস্ব আমাদের এই নগরজীবনে হেমন্ত ঋতু পঞ্জিকার পাতায় বারো মাসে একবার বিধিবদ্ধ সতর্কীকরণের মতো ফিরে আসে। গ্রামবাংলার মাঠেঘাটে শীতের প্রথম শিশির নিঃশব্দে নেমে এলে ধানকাটা ফাঁকা শস্যখেতে জেগে ওঠে হেমন্তভাব। জীবনের আনন্দ থাকুক বা না থাকুক— আমাদের নষ্ট শসা আর পচা চালকুমড়োর দেশে জীবনানন্দীয় হেমন্তের রিক্ত বেদনার আমেজ আম-বাঙালি বোধিচিত্তে আমে-দুধে গড়াগড়ি […] The post কবিতার পাশাপাশি প্রাণজুড়ে ছিল গানও appeared first on Uttarbanga Sambad .
Mamata Banerjee: “আমার সঙ্গে খেলতে এসো না!”, বনগাঁর সভা থেকে বিজেপিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Bengal politics: এসআইআরকে ঘিরে যখন রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হচ্ছে, ঠিক সেই আবহেই বনগাঁর জনসভা থেকে ফের একবার বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র সমালোচনা শানালেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে এবং তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এসআইআর নিয়ে সরব মমতা মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, “এসআইআর করতে তিন বছর সময় লাগে। ২০০২ সালে শেষ এসআইআর হয়েছিল। আমরা বিরোধিতা করিনি কখনও। কিন্তু যারা বছরের পর বছর এখানে বসবাস করছে, তাদের তাড়ানো চলবে না। আধার কার্ড করার সময় বিজেপির অফিস থেকে লিস্ট তৈরি হয়েছিল, আর কমিশন নিরপেক্ষতার বদলে বিজেপির কমিশন হয়ে উঠছে।” আরও পড়ুন- Weekend Trip: ‘গোপন সমুদ্র’ আর লুকিয়ে নেই! কলকাতার কাছে অনিন্দ্যসুন্দর সি-বিচ উইকেন্ড ট্রিপে ঝড় তুলছে! হেলিকপ্টার বিতর্কে কেন্দ্রীয় সরকারকে তোপ এদিন প্রথমে হেলিকপ্টারে বনগাঁ যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে উড়ান বাতিল হয়। বিষয়টি নিয়েও ক্ষোভ ঝাড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,“ভোট শুরুই হয়নি, তার আগেই সংঘাত শুরু। সরকারি কপ্টার বুক করা থাকলেও জানানো হল যাবে না। সাত-আট মাস কপ্টার ব্যবহার করি না। সড়কপথে আসতে হয়েছে—এতে আমার আরও বেশি জনসংযোগ হয়েছে। বিজেপিকে বলছি—আমার সঙ্গে খেলতে এসো না, আমাকে ধরতে পারবে না।” আরও পড়ুন- Suvendu Adhikari: পুলিশের মঞ্চে ‘মমতা চাই’ ধ্বনি! শুভেন্দুর বিস্ফোরক ভিডিও প্রকাশে তোলপাড় রাজ্য বাংলাদেশি তকমা নিয়ে ক্ষোভ মমতা বলেন,“আমি বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলত! বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি—এটা কী যুক্তি? ভোটের আগে ধর্মের নামে ফর্ম বিলি চলছে।”তিনি আশ্বস্ত করেন, “কেউ ভয় পাবেন না। আমরা থাকলে কাউকে তাড়াতে দেব না।” বাংলা দখলের চেষ্টা—অভিযোগ মুখ্যমন্ত্রীর মমতার দাবি,“বাংলা জোর করে দখল করতে হবে বলেই এসআইআর চাপানো হচ্ছে। এই মাটি সংগ্রামের, স্বাধীনতার মাটি—এ মাটি কোনো রক্তচক্ষুকে ভয় পায় না।” আরও পড়ুন- West Bengal news live updates: রাজ্যে বন্ধ হবে SIR? তৃণমূলের সঙ্গে বৈঠকে রাজি নির্বাচন কমিশন এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা তুলে আক্রমণ এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি কয়েকজন বিএলও-র মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন,“তিনজন বিএলও মারা গেছেন কাজ করতে গিয়ে। এফআইআর আতঙ্কে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আপলোড করা যাচ্ছে না, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই—এ অবস্থায় দু’মাসে এসআইআর করা অন্যায়।” আরও পড়ুন- Bengal Safari Park: বেঙ্গল সাফারি পার্কে বড় আপগ্রেড! বাঘেদের জন্য বাড়ছে ‘জঙ্গল’ নির্বাচন কমিশনের দিকে আঙুল তিনি আরও দাবি করেন,“রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে। নির্বাচন কমিশন তিন বছর ধরে সময় নিক। ঘটিবাটি বিক্রি করে হলেও আমরা মানুষের পাশে থাকব।”বনগাঁর সভা থেকে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা এসআইআর বিতর্কে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল।
বুথ যার, ভোট দখলের মেশিনারি তার
জয়ন্ত চৌধুরী রাজ্যে ভোটের বুথ ৮১ হাজার ৬৬১। ভোটের ফলাফল বাংলায় কী হবে, তা নিয়ে জ্যোতিষগিরি নয়। তবে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করতে গেলে অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুথের সংখ্যা সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। নির্বাচন সর্বস্ব রাজনীতিতে শেষ কথা বলে বুথই। আর বুথকেকথা বলায় কিন্তু ‘ভোট মেশিনারি।’ বাংলার রাজনৈতিক সমাজ (পলিটিকাল সোসাইটি, সূত্র ঃ পার্থ চট্টোপাধ্যায়, নিম্নবর্গের ইতিহাসচর্চার […] The post বুথ যার, ভোট দখলের মেশিনারি তার appeared first on Uttarbanga Sambad .
Vivah Panchami 2025: কতক্ষণ আছে বিবাহ পঞ্চমী, এই তিথিতে কোন নৈবেদ্য দিলে পুণ্য ও বৈবাহিক সুখ মেলে?
Vivah Panchami 2025: বৈদিক পঞ্জিকা অনুসারে প্রতিবছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বিবাহ পঞ্চমী। এই তিথি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। কারণ এই দিনেই মিথিলা নগরীতে রাজা জনকের উপস্থিতিতে ভগবান শ্রী রাম ও দেবী সীতার ঐতিহাসিক বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। এই মিলনকে ‘ঐশ্বরিক বৈবাহিক সংযোগ’ বলা হয় এবং বিশ্বাস করা হয় যে এই দিনে যে কোনও দাম্পত্য বা বৈবাহিক কামনা পূর্ণ হয়। এ বছর বিবাহ পঞ্চমী তিথি সোমবার রাত ৯টা ২২ মিনিটে শুরু হয়ে মঙ্গলবার রাত ১০টা ৫৭ মিনিটে শেষ হবে। এই সময়সীমার মধ্যে বিশেষ শুভ যোগ থাকার ফলে তিথিটির মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে। এবছর বিবাহ পঞ্চমীতে শিব যোগ, ধ্রুব যোগ এবং সর্বার্থসিদ্ধি যোগ রয়েছে। শাস্ত্র মতে এই তিনটি যোগের উপস্থিতি যে কোনও শুভকর্মের জন্য আদর্শ। বিশেষজ্ঞদের মতে এই সময় রাম–সীতার পূজা করলে বৈবাহিক সমস্যা দূর হয়, দাম্পত্য সম্পর্কে স্থায়িত্ব আসে এবং অবিবাহিতদের জন্য শুভ ফললাভ ঘটে। অনেক পরিবারে এই তিথিতে রামচরিতমানস পাঠেরও বিশেষ প্রথা রয়েছে। বিশ্বাস করা হয় যে রামচরিতমানস পাঠ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং পরিবারের মধ্যে সৌহার্দ্য বজায় থাকে। আরও পড়ুন- সকালে ভুলেও খালিপেটে খাবেন না চা-কফি, ঘটতে পারে মহাবিপদ! বিবাহ পঞ্চমীতে রাম–সীতাকে বিশেষ নৈবেদ্য নিবেদন করার প্রথা খুব প্রাচীন। বাল্মীকি রামায়ণ, আনন্দ রামায়ণ, পদ্মপুরাণ এবং ভক্তমালে স্পষ্টভাবে বলা হয়েছে ভগবান রামের প্রিয় খাবারের কথা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় নৈবেদ্য হল পঞ্চামৃত। দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে তৈরি এই পবিত্র নৈবেদ্যকে রাম–সীতার ঐশ্বরিক মিলনের প্রতীক হিসেবে মানা হয়। বিবাহ পঞ্চমীতে এটি নিবেদন করলে দাম্পত্য সম্পর্কে পবিত্রতা আসে, মনোমালিন্য দূর হয় এবং পরিবারে শান্তি বৃদ্ধি পায়। তুলসী পাতা দিয়ে পঞ্চামৃত সাজিয়ে দেবতার উদ্দেশে নিবেদন করা শুভ বলে মনে করা হয়। আরও পড়ুন- কিডনি এবং হৃদপিণ্ড ভালো রাখতে চান? শরীরকে সুস্থ রাখতে অবশ্যই এড়ান এই খাবারগুলো ক্ষীরও ভগবান রামের প্রিয় নৈবেদ্য হিসেবে বিবেচিত। দুধ, চাল, চিনি ও এলাচ দিয়ে তৈরি এই স্নিগ্ধ মিষ্টান্ন আর্থিক সমস্যা দূর করে এবং পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি করে বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। বিবাহ পঞ্চমীতে স্বামী–স্ত্রী একসঙ্গে এই ক্ষীর গ্রহণ করলে সম্পর্কের মধ্যে মাধুর্য বৃদ্ধি পায়। বহু মন্দিরে এই তিথিতে ক্ষীর উৎসর্গ করার আলাদা ব্যবস্থা থাকে। ক্ষীরের সাদা রং পবিত্রতার প্রতীক, যা রাম–সীতার দাম্পত্য জীবনের আদর্শকে মনে করিয়ে দেয়। আরও পড়ুন- বাংলা কমিকসের রাজা, বাঁটুল হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টের স্রষ্টার স্বীকৃতি এসেছে বড্ড দেরিতে জাফরান ভাতও এই তিথিতে বিশেষভাবে নিবেদন করা হয়। চাল, জাফরান, চিনি এবং ঘি দিয়ে তৈরি এই সুবাসিত ভাত দাম্পত্য জীবনের মাধুর্য বৃদ্ধি করে। জাফরানের উজ্জ্বল হলুদ রং শক্তি, সাহস এবং শুভফল নিয়ে আসে বলে শাস্ত্রে উল্লেখ আছে। বিবাহ পঞ্চমীতে জাফরান ভাত নিবেদন করলে পরিবারের সব বাধা দূর হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। অবিবাহিত মেয়েদের জন্য এটিকে বিশেষ শুভ মনে করা হয়, কারণ, এতে তাদের বিবাহ-সৌভাগ্য বৃদ্ধি পায়। আরও পড়ুন- ভারতের সবচেয়ে মূল্যবান ১০ ব্র্যান্ড, নতুন তালিকায় এবার বিরাট চমক! গুড়ের মিষ্টি রাম–সীতাকে নিবেদন করলে আর্থিক কষ্ট দূর হয় বলে বহু পুরাণে উল্লেখ আছে। গুড়ের রেওয়াড়ি, গুড়ের পায়েস বা গুড়ের পুডিং অত্যন্ত শুভ হিসেবে মানা হয়। গুড়ের স্বাভাবিক স্নিগ্ধতা ও সাত্ত্বিকতা পারিবারিক সৌভাগ্য বৃদ্ধি করে। হলুদ মিষ্টি যেমন বেসনের লাড্ডু বা হলুদ ক্ষীর নিবেদন করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। লক্ষ্মী–নারায়ণের শক্তির প্রতীক এই শ্রেষ্ঠ নৈবেদ্য বিবাহ পঞ্চমীতে শুভফল এনে দেয়। এক্ষেত্রে তুলসী অত্যন্ত গুরুত্বপূর্ণ সবশেষে বিশেষ উল্লেখযোগ্য—তুলসী। তুলসী ভগবান শ্রী রামের সবচেয়ে প্রিয়। তাই যে কোনও নৈবেদ্যে, বিশেষ করে বিবাহ পঞ্চমীতে, তুলসী পাতা অবশ্যই যুক্ত করা উচিত। তুলসী ছাড়া রামের নৈবেদ্য অসম্পূর্ণ মনে করা হয়। বিবাহ পঞ্চমীর মূল বার্তা হল দাম্পত্য জীবনে পবিত্রতা, ভালোবাসা, দায়িত্ববোধ এবং ঐক্য। রাম–সীতার আদর্শ বিবাহ আজও সনাতন ধর্মাবলম্বীদের মনে আদর্শের আলো ছড়িয়ে দেয়। এই তিথিতে ভক্তি, প্রার্থনা ও নিবেদনের মাধ্যমে সেই ঐশ্বরিক সম্পর্ককে স্মরণ করা হয়। যারা বৈবাহিক জীবনে শান্তি, সন্তানের সুখ, বা সম্পর্কের মাধুর্য খুঁজছেন, তাঁদের জন্য বিবাহ পঞ্চমীর এই অনুষ্ঠান অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়।
Malda: ফের মালদহ! নিখোঁজ তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার
Malda TMC Murder: পুলিশের তরফেও খোঁজ শুরু হয়। মঙ্গলবার সকালে ইংলিশবাজার থানার কাটাগর এলাকায় একটি আম বাগান থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। উদ্ধার করা হয়েছে বাইকটিও। পরিবারের দাবি গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছে ওবায়দুল্লাকে। তবে কেন এই খুন কে বা কারা করেছে, তা এখনও স্পষ্ট নয় পরিবারের সদস্যরা।
iPhone 16 price drops: বিরাট সস্তা, ফ্ল্যাট ২০ হাজারের ডিসকাউন্ট, এত কমে iPhone 16?
iPhone 16 price drops: নভেম্বরের শেষেই আবারও বড় ছাড়ে মিলছে iPhone 16। চলতি বছরের দাম বাড়ায় অনেক ক্রেতা নতুন আইফোন কিনতে পারেননি। তাঁদের জন্যই গত বছরের অ্যাপলের ফ্ল্যাগশিপ মডেলটি এখন অ্যামাজন ও ফ্লিপকার্ট—উভয় প্ল্যাটফর্মেই আকর্ষণীয় অফারে বিক্রি হচ্ছে। সঙ্গে রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস, সব মিলিয়ে মডেলটির দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। অ্যামাজনে iPhone 16-এর ১২৮GB ভেরিয়েন্ট এখন বিক্রি হচ্ছে ৬৬,৯০০ টাকায়—যা লঞ্চ প্রাইস ৭৯,৯০০ টাকার তুলনায় ১৭,০০০ টাকা কম। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করলে আরও ৪,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টের সুবিধা মিলছে, ফলে দাম দাঁড়াচ্ছে ৬২,৯০০ টাকা। এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ৪৭,৬৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে, যদিও এক্সচেঞ্জের মূল্য নির্ভর করে পুরনো ফোনের অবস্থার উপর। ফ্লিপকার্টের ব্ল্যাক ফ্রাইডে সেল ২০২৫-এ iPhone 16-এ মিলছে বছরের সবচেয়ে বড় ডিসকাউন্ট। প্রথমবারের মতো ফোনটির দাম ৬০,০০০ টাকার নিচে। এখানে ৬২,৯৯৯ টাকার ডিসকাউন্টেড প্রাইসের সঙ্গে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে ৩,৪৯৫ টাকার তাৎক্ষণিক ছাড় মিলিয়ে কার্যকর দাম নেমে এসেছে ৫৯,৫০৪-এ। ফলে লঞ্চ প্রাইসের তুলনায় মোট সাশ্রয় প্রায় ২০,০০০-এরও বেশি। স্পেসিফিকেশনের কথা বললে, iPhone 16-এ রয়েছে ৬.১-ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ২০০০ নিট। ফাস্ট এবং স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে আছে Apple A18 প্রসেসর এবং iOS 18 সাপোর্ট। ফোনটিতে রয়েছে IP68 রেটেড, অর্থাৎ ধুলো ও জলে প্রতিরোধী। কানেকটিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে 5G, Wi-Fi 6E, ব্লুটুথ, GPS, NFC এবং USB Type-C পোর্ট। ক্যামেরা সেটআপে রয়েছে পিছনে ৪৮-মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল, ১২-মেগাপিক্সেল ২x টেলিফটো এবং ১২-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফির জন্য সামনে রয়েছে ১২-মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারি সেকশনে রয়েছে ৩৫৬১mAh ব্যাটারি, যা ২৫W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বাজারে ফোনটি আল্ট্রামেরিন, টিল, সাদা, গোলাপি ও কালো—মোট পাঁচটি রঙে উপলভ্য। আকর্ষণীয় দামে প্রিমিয়াম ফিচার পাওয়ায় বর্তমানে iPhone 16 ব্ল্যাক ফ্রাইডে সেলের সবচেয়ে আলোচিত ইভেন্টে পরিণত হয়েছে।
Syed Mushtaq Ali T20: শীতের শহরে একগুচ্ছ ক্রিকেট ম্যাচ, নজরে রিঙ্কু-বৈভবরা
আইপিএল নিলামের আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির স্পটররাও এসেছেন শহরে। বোর্ডের ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট থেকেই আইপিএল নিলামের ব্লু প্রিন্ট সাজিয়ে নিতে চাইছেন সবাই। বুধ সকালে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলবে গোয়া আর উত্তরপ্রদেশ।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে প্রোটিয়া ব্যাটারদের মজবুত যুগলবন্দীর সাক্ষী থাকল ক্রিকেট অনুরাগীরা। যার দরুন জয়ের জন্য বিশাল ৫৪৯ রানের লক্ষ্যের সম্মুখীন ভারত। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ২৬০ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। দিনের শুরুতে ভারতীয় স্পিনাররা সাফল্য এনে দিলেও টনি ডি জর্জি (৪৯) এবং ত্রিস্তান স্টাবস […] The post India vs South Africa | ৫৪৯ রানের ‘ম্যামথ’ লক্ষ্য ভারতের সামনে, স্টাবস-জর্জি জুটিতে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা! appeared first on Uttarbanga Sambad .
ফের লক্ষ্মীলাভ! কোহলি-গিলদের ‘রাঙাতে’কোটি কোটি টাকার চুক্তি বিসিসিআইয়ের
কোন সংস্থার সঙ্গে চুক্তি করল বোর্ড?
Governor C V Anand Bose: শিক্ষিকার আমন্ত্রণে স্কুলে পৌঁছলেন রাজ্যপাল। মঙ্গলবার দুপুরে জিয়াগঞ্জ সুরেন্দ্রনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিক্ষিকারা সংবর্ধনা দেন। স্কুলের এক ছোট্ট শিশুকে হাতের চকলেট তুলে দিয়ে গলায় উত্তরীয় পরিয়ে দেন রাজ্যপাল। স্কুলের হাতে দশ হাজার টাকা তুলে দেন।
‘লাগাতার মারধর’, গার্হ্যস্থ হিংসার অভিযোগে অজি স্বামীর বিরুদ্ধে মামলা, ডিভোর্স ঘোষণা সেলিনা জেটলির
'সন্তানদের মুখ দেখা দূরঅস্ত, যোগাযোগ পর্যন্ত বিছিন্ন করেছেন স্বামী', বিস্ফোরক অভিনেত্রী।
‘লাগাতার মারধর’, গার্হ্যস্থ হিংসার অভিযোগে অস্ট্রেলিয়ান স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের সেলিনা জেটলির
'সন্তানদের মুখ দেখা দূরঅস্ত, যোগাযোগ পর্যন্ত বিছিন্ন করেছেন স্বামী', বিস্ফোরক অভিনেত্রী।
Smriti Mandhana’s Wedding Postponed: হবু শ্বশুরের হার্ট অ্যাটাক, পলাশ এমন কাঁদলেন ছুটতে হল হাসপাতালে
বিয়ের দিন আচমকা স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার হার্ট অ্যাটাক হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরবর্তীতে জানা যায়, স্মৃতি-পলাশের বিয়ে পিছোল। সেইসঙ্গে এও জানা যায়, হবু শ্বশুরের হার্ট অ্যাটাক হওয়ার ফলে আবেগতাড়িত হয়ে অসুস্থ হয়ে পড়েন পলাশ।
জওয়ানদের ভাবাবেগে আঘাত করেছেন অফিসার, মন্তব্য বিচারপতিদের।
Nandigram: বিজেপি-কে ভোট দিলে মিলবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা? পোস্ট ঘিরে বিতর্ক
Nandigram TMC Post: প্রতিবাদে ময়না বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার আদায়ে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবার তারই বিধানসভা এলাকাতে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল নেত্রী ও গ্রাম পঞ্চায়েতের সদস্যার গলায়।
Siliguri |স্কুল পালানোয় টেক্কা দিচ্ছে ছাত্রীরা
সাগর বাগচী, শিলিগুড়ি: পড়াশোনায় বরাবরই ছেলেদের টেক্কা দিয়ে আসছে মেয়েরা। এবার স্কুল পালানোতেও নাকি ছাত্রদের চাইতে একদম এগিয়ে ছাত্রীরা। স্কুল পালাতে মেয়েরা নিত্যনতুন কায়দা বের করে ফেলছে। স্কুলের ব্যাগ দোতলার ক্লাসঘরের জানলা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দিচ্ছে। এরপর সুযোগ বুঝে স্কুলের গেট খোলা পেলেই পালিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ স্কুলের পেছনের ঘর এবং বেড়া টপকে […] The post Siliguri | স্কুল পালানোয় টেক্কা দিচ্ছে ছাত্রীরা appeared first on Uttarbanga Sambad .
The post Zubeen Garg’s death | appeared first on Uttarbanga Sambad .
ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্ধনা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বহু প্রতীক্ষিত বিবাহ ২৩শে নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবার, বন্ধু এবং ভক্তদের কাছে দিনটি ছিল আনন্দের, উৎসবের ও উদযাপনের। তবে মুহূর্তের মধ্যেই আনন্দময় পরিবেশ বদলে যায় বিষাদে। স্মৃতির পরিবারের হঠাৎ এক চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি সব পরিকল্পনাই থামিয়ে দেয়। বিয়ের আগের রাতেই স্মৃতির বাবার অবস্থার অবনতি ঘটে, এবং পরদিনই বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দুই পরিবার। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন একদিন পর সুরকার পলাশ মুচ্ছলকেও মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়। আবেগঘন চাপ, উৎকণ্ঠা ও মানসিক দুশ্চিন্তায় তাঁর শারীরিক অবস্থা হঠাৎই খারাপ হয়ে যায়। মঙ্গলবার সকালে পলাশের বোন পলক মুচ্ছল তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছান। পাপারাজ্জো ভাইরাল ভায়ানি শেয়ার করা ভিডিওতে দেখা যায়, নীল লম্বা শার্ট ও কালো লেগিংস পরা পলক দ্রুত হাসপাতালে প্রবেশ করছেন। তিনি অপেক্ষমাণ ফটোগ্রাফারদের সঙ্গে কোনও কথা বলেননি, পরিবারের গোপনীয়তাকে অগ্রাধিকার দিয়েছেন। Dharmendra-Amitabh: হাত ছাড়লেন বীরু, চারপাশের নিস্তব্ধতায় দম আটকে আসছে অমিতাভের বিয়ে স্থগিতের কারণ সম্পর্কে স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্র জানান, ক্রিকেটার স্মৃতি মান্ধনা তাঁর বাবার সুস্থতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত বিয়ে নিয়ে কোনও প্রস্তুতি এগোবে না। তাই অনুষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এই খবর সামনে আসার পর পলক মুচ্ছলও ইনস্টাগ্রামে একটি অফিসিয়াল বিবৃতি দেন। তিনি লেখেন, স্মৃতির বাবার অসুস্থতার কারণে স্মৃতি এবং পলাশের বিয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে। এই সংবেদনশীল সময়ে পরিবারের গোপনীয়তা যেন সবাই সম্মান করেন, সেই অনুরোধ করছি। Dharmendra Death Five Facts: গোপনীয়তার আবরণে শেষকৃত্য, কেন নীরব পরিবার? ধর্মেন্দ্রর মৃত্যুর আড়ালে এই ৫টা ফ্যাক্ট জানেন? পরিবারের ওপর মানসিক চাপ, বিশেষ করে স্মৃতির বাবার অসুস্থতার খবর পেয়ে পলাশ ভেঙে পড়েন বলে জানান তাঁর মা। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, “স্মৃতির বাবার সঙ্গে পলাশের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। খবরটা শুনে সে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ে, যে প্রচণ্ড কান্নার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চার ঘণ্টা ধরে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে হয়েছিল। আইভি ড্রিপ, ইসিজি ও বিভিন্ন পরীক্ষা করা হয়েছিল। এখন যদিও রিপোর্ট স্বাভাবিক, কিন্তু মানসিক চাপ এখনও রয়েছে।” অন্যদিকে তাঁদের বিয়ে স্থগিত হওয়ার পর থেকে বেশ কিছু আলোচনা চলছে। রেডিট থেকে পলাশ কেন্দ্রিক বেশ কিছু চ্যাট ভাইরাল হয়েছে। যদিও, তাঁর কোনো সত্যতা নেই। বর্তমানে দুই পরিবারই পরিস্থিতি স্বাভাবিক করার দিকে মনোযোগ দিচ্ছে এবং স্মৃতি–পলাশের বিয়ে কবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে পরবর্তীতে।
ওড়িশার পর ছত্তিশগড়, ফের শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে ‘আত্মঘাতী’নাবালিকা!
স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে লাগাতার যৌন হেনস্তার অভিযোগ এনেছে ওই কিশোরী।
Parade Ground |একের পর এক রাস্তা ও নির্মাণের জের, জায়গা কমছে প্যারেড গ্রাউন্ডে
অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: প্যারেড গ্রাউন্ড (Parade Ground) হয়তো উত্তরবঙ্গের সবথেকে বড় মাঠ। গোটা রাজ্যেই এত বড় মাঠ খুব বেশি নেই। এই মাঠ এতটাই বড় যে এখানে মেলা, রাজনৈতিক সমাবেশ-যা-ই হোক না কেন, গোটা মাঠটি নিয়ে আয়োজন করা কখনোই সম্ভব হয় না। কিন্তু সেই প্যারেড গ্রাউন্ডের আকার কিন্তু ধীরে ধীরে কমছে। আকারে তা এখনও বিশাল ঠিকই, […] The post Parade Ground | একের পর এক রাস্তা ও নির্মাণের জের, জায়গা কমছে প্যারেড গ্রাউন্ডে appeared first on Uttarbanga Sambad .
ফের আফগানিস্তানে হামলা পাকিস্তানের! বোমার আঘাতে মৃত ৯ শিশু-সহ ১০, জানাল কাবুল
এছাড়াও পাক হামলায় আফগান সীমান্তে আহত হয়েছেন চার আফগান নাগরিক।
মেকলের ‘ষড়যন্ত্র’! রামমন্দির থেকে ২০০ বছর আগের ‘ব্রিটিশ ভূত’দেখছেন প্রধানমন্ত্রী
কী বললেন মোদি?
পরিবারের অমতে বিয়ে! রাগে তরুণীকে ‘খুন’ দাদা-কাকার, দেহ ফেলা হল চলন্ত ট্রেনের নিচে
নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।
‘বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলত’, ‘মতুয়া গড়ে’বিজেপিকে তোপ মমতার
একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Mamata Banerjee |‘আমি যে খেলাটা খেলব তা ধরতেও পারবে না…’, বনগাঁর জনসভা থেকে বিজেপিকে নিশানা মমতার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র প্রতিবাদে আয়োজিত বনগাঁর জনসভা থেকে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হেলিকপ্টারে তেপে বনগাঁয় আসার কথা ছিল মুখ্যমন্ত্রী। কিন্তু হেলিকপ্টার সংস্থার লাইসেন্স নিয়ে জটিলতার কারণে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল হয়। সড়কপথে সেখানে পৌঁছান তৃণমূল সুপ্রিমো। জনসভায় বক্তব্য রাখতে উঠে প্রথমেই এনিয়ে বিজেপি সরকারকে নিশানা করে […] The post Mamata Banerjee | ‘আমি যে খেলাটা খেলব তা ধরতেও পারবে না…’, বনগাঁর জনসভা থেকে বিজেপিকে নিশানা মমতার appeared first on Uttarbanga Sambad .
Zubeen Garg Murder: 'জুবিনকে খুন করা হয়েছে', বিধানসভায় বক্তব্য পেশ করার মাঝে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
Zubeen Garg-Himanta Biswa Sarma: দিনটা ছিল ১৯ সেপ্টেম্বর। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আর দেশে ফেরেননি প্রবাদপ্রতীম সংগীতশিল্পী জুবিন গর্গ। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল স্কুবা ডাইভিংয়ের সময় ডুবে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের। কিন্তু, সময় যত গড়িয়েছে তদন্ত এগচ্ছে, এই গ্রেফতারও হয়েছে কয়েকজন। মঙ্গলবার অসম বিধানসভায় বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বোমা ফাটালেন। প্রকাশ্যে দাবি করেছেন, জুবিন গর্গকে খুন করা হয়েছে। তাঁর বক্তব্য, 'প্রথম দিন থেকেই এটি খুনের মামলা হিসেবে রজু করা হয়েছে। অভিযুক্ত শ্যমকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, অমৃতপ্রভা মহন্ত এবং শেখর জ্যোতি গোস্বামী প্রত্যেককে খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে। আরও বলেছেন, 'সিঙ্গাপুরে গায়ক জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয় এটি খুন। আমাদের আবেগ জুবিনের সঙ্গে যুক্ত। সেই কারণেই আমরা জুবিন গর্গের খুনের তদন্ত করছি। মৃত্যুর পরই আমাদের মনে হয়েছিল কিছু একটা গরমিল আছে। তাই আমরা বিএনএস-এর ৬১ ধারা (অপরাধমূলক ষড়যন্ত্র), ১০৫ ধারা (অপরাধমূলক হত্যাকাণ্ড), এবং ১০৬ ধারা (অবহেলাজনিত বা বেপরোয়া কাজে মৃত্যুর কারণ) অনুযায়ী এফআইআর দায়ের করেছি।' আরও পড়ুন: 'আমার জন্য কেক বেলুন দিয়ে মেক আপ রুম সাজিয়ে...', জুবিনের জন্মদিনে জোজোর স্মৃতিচারণ আরও যোগ করেছেন, 'তদন্তের প্রাথমিক পর্যায়েই অসম পুলিশ নিশ্চিত করেছিল এটি স্বাভাবিক মৃত্যু নয়। সেই জন্যই দুই দিনের মধ্যে অসম সরকার আদালতে জানিয়েছিল যে এটি খুন এবং ১০৩ ধারা (খুনের শাস্তি) যোগ করার আবেদন করেছিল।' সম্প্রতি সংবাদ সংস্থা PTI-র কাছে তিনি দাবি করেছেন, জুবিন গর্গের মৃত্যু অস্বাভাবিক নয়, তাঁকে খুন করা হয়েছে। আমরা ১৭ ডিসেম্বরের আগেই চার্জশিট জমা দেব। আমাদের লক্ষ্য ৮ ডিসেম্বর।' আরও পড়ুন জুবিনের মৃত্যুতে স্থগিত অসমের ফিল্ম ফেস্টিভ্যাল, প্রয়াত স্বামীর বুকে মাথা রেখে কী আর্জি স্ত্রীর? আরও জানান, তদন্তে বিদেশি সংযোগ থাকার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন প্রয়োজন। মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। প্রসঙ্গত, তদন্ত চলাকালীন জানা গিয়েছে জুবিন সাঁতার জানতেন। প্রয়াত গায়কের স্ত্রী দাবি করেছেন জুবিনের ম্যানেজার জানতেন জলে তাঁর সমস্যা আছে। অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রথম দিন থেকেই জুবিনের মৃত্যুর সঠিক তদন্তের লক্ষ্যে এগনোর নির্দেশ দিয়েছেন। আরও পড়ুন 'জুবিনের মৃত্যু অস্বাভাবিক নয় ওকে...', চার্জশিট জমার দিন ঘোষণা করে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
মমতার জোড়া চিঠিতে সাড়া, দিল্লিতে তৃণমূলের সঙ্গে দেখা করবে নির্বাচন কমিশন
মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন ডেরেক।
World War II, Project Pigeon: শান্তির প্রতীক পায়রা ওড়াত মিসাইল-বোমা, ভাবুন তো!
Project Pigeon: এই অবলা প্রাণীদেরই তিনি বোমাবাজি শেখাতে লাগলেন। স্কিনার ইতিমধ্যেই ইঁদুর নিয়ে পরীক্ষা করেছিলেন, আর এতেই প্রমাণিত হয়েছিল যে পরিবেশকে নিয়ন্ত্রণ করলে আচরণ বদলানো সম্ভব। তিনি জানতেন, জটিল কাজগুলোকে যদি ছোট ছোট অংশে ভেঙে দেওয়া যায়, সেক্ষেত্রে যথেষ্ট সময় আর খাবার দিলে প্রাণীরা ধাপে ধাপে লক্ষ্যে পৌঁছতে পারে। মার্কিন সেনা তখনও বার্তা পৌঁছে দিতে প্রশিক্ষিত পায়রা ব্যবহার করত।
Kanchan Mullick on SIR Issue: অভিষেকের ক্লাসে ‘কম মার্কস’ কাঞ্চনের, শুনে কী বললেন বিধায়ক?
Abhishek Banerjee: দলের সেকেন্ড-ইন-কমান্ডের চোখে কে হলেন ভাল? কেই বা মন্দ? সূত্রের খবর, নির্বাচন কমিশন যেমন তথ্য আপলোড করছে, একই ভাবে তথ্য ভান্ডার তৈরি করছে তৃণমূলের বিএলএ ২ রা। সোমবার এই তথ্য আপলোড করার নিরিখেই নম্বর দিলেন অভিষেক।
পদ্মভূষণে ভূষিত মেগাস্টার, প্রাক্তন বিজেপি সাংসদ ধর্মেন্দ্রর শেষকৃত্যে কেন রাখঢাক? উঠছে প্রশ্ন।
Newtown Accident: প্রতিশ্রুতি তাঁর হবু স্বামীর বাইকে বসে নিউটাউনের দিকে আসছিলেন। সে সময়ে সরকারি রুটের বাস এয়ারপোর্টের দিক থেকে নিউটাউনের দিকে আসছিল। বাসের সামনে পড়ে যায় প্রতিশ্রুতির হবু স্বামীর বাইক।
PM Narendra Modi |‘শতাব্দীপ্রাচীন ক্ষত সেরে উঠল’, অযোধ্যার রামমন্দিরে ধ্বজা উড়িয়ে বললেন মোদি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার অযোধ্যার রামমন্দিরে গেরুয়া রংয়ের ধ্বজা উত্তোলন (Flag hoisting) করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই মুহূর্তটিকে ৫০০ বছরের পুরোনো সংকল্পের পরিপূর্ণতা হিসেবে বর্ণনা করেছেন তিনি। সেই সঙ্গে ধ্বজা উত্তোলন করে বললেন, ‘শতাব্দীপ্রাচীন ক্ষত সেরে উঠল।’ এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ রামনগরীতে পা রাখেন নমো। এরপর আরএসএস প্রধান মোহন ভাগবতের […] The post PM Narendra Modi | ‘শতাব্দীপ্রাচীন ক্ষত সেরে উঠল’, অযোধ্যার রামমন্দিরে ধ্বজা উড়িয়ে বললেন মোদি appeared first on Uttarbanga Sambad .
উলুবেড়িয়ার দুর্ঘটনাতেও নড়ল না টনক! সিএফ ফেল, রিসোল টায়ার পুলকারেই চলছে নিত্য ঝুঁকির যাত্রা
পরিবহন দপ্তর একটি গাইডলাইনও তৈরি করে পুলকারের। কিন্তু মানছে কে?
বিনিয়োগের গোড়ার কথা: প্রোটেকশন ফার্স্ট
কিছু বিষয়ের দিকে কড়া নজর থাকলে, চূড়ান্ত সিদ্ধান্ত মোটের উপর যথাযথ হতে পারে।
SIR: তৃণমূলের সঙ্গে বৈঠকে বসতে রাজি কমিশন, ডেরেকের চিঠির এল উত্তর
SIR In WB: চিঠির উত্তরে নির্বাচন কমিশন জানায়, এসআইআর চলাকালীন সমস্ত রাজনৈতিক দলগুলির মতামত ও বক্তব্যের ওপর গুরুত্ব দিচ্ছে কমিশন। সেই হিসাবে তৃণমূল কংগ্রেসের যদি কিছু বলার থাকে, তাহলে তা তাঁরা শুনবেন। নির্বাচন কমিশনের তরফ থেকে শুক্রবার সকাল ১১ টা সময় নির্ধারিত করা হয়েছে।
৩ দিন নিখোঁজের পর মুর্শিদাবাদে উদ্ধার বালিকার দেহ, নির্যাতনের পর খুন?
তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠির জবাব দিল নির্বাচন কমিশন (Election Commission)। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর কালীঘাটের (Kalighat) বাড়ির ঠিকানায় পৌঁছল চিঠি। কমিশনের তরফে চিঠির বয়ান প্রসঙ্গে সাফ জানানো হয়েছে, তৃণমূলের (TMC) প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে পারেন। তাই কবে তাঁরা দেখা করবেন তা নিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূল সুপ্রিমোকে। […] The post CM Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় চিঠি পাঠাল নির্বাচন কমিশন! তৃণমূলের প্রতিনিধি দলকে ডাকা হল দিল্লিতে appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠির জবাব দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির ঠিকানায় পৌঁছল চিঠি। কমিশনের তরফে চিঠির বয়ান প্রসঙ্গে সাফ জানানো হয়েছে, তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে পারেন। তাই কবে তাঁরা দেখা করবেন তা নিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূল সুপ্রিমোকে। বিস্তারিত আসছে………………… The post CM Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় চিঠি পাঠাল নির্বাচন কমিশন! মিলল তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার ছাড়পত্র appeared first on Uttarbanga Sambad .
মৃতদেহ থেকে খোয়া গেল লক্ষাধিক সোনার গয়না! জলপাইগুড়ি মেডিক্যালের মর্গে চাঞ্চল্য
গয়না ফেরত না পাওয়া পর্যন্ত মৃতদেহ নেবেন না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
Delhi |ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকেছে দিল্লির আকাশ, উড়ানে সমস্যা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : প্রায় ১২ হাজার বছর পর রবিবার ইথিওপিয়ার আগ্নেয়গিরি হেইলি গুব্বি ফের সক্রিয় হয়ে উঠেছে। আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা ছাই পশ্চিম রাজস্থান হয়ে উড়ে আসছে হরিয়ানা, দিল্লির আকাশে। ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন) সমস্ত বিমান সংস্থাকে ছাইয়ে ঢাকা আকাশপথ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। আকাশপথে ইথিওপিয়ার আদিস আবাবা থেকে দিল্লির দূরত্ব […] The post Delhi | ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকেছে দিল্লির আকাশ, উড়ানে সমস্যা appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যাকাণ্ডের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে (Meerut Murder Case)। প্রেমিক সাহিলের সাহায্যে স্বামীকে খুন করে দেহ নীল ড্রামে ভরে রেখেছিল স্ত্রী মুসকান রাস্তোগি (Muskan Rastogi)। বর্তমানে সৌরভকে খুনের অভিযোগ মিরাটের জেলে বন্দি মুসকান ও সাহিল। আর এবার জেলবন্দি অবস্থাতেই সন্তানের জন্ম দিল মুসকান। পুলিশ সূত্রে […] The post Meerut Murder Case | প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন! সন্তানের জন্ম দিল মিরাট হত্যাকাণ্ডের অভিযুক্ত জেলবন্দি মুসকান appeared first on Uttarbanga Sambad .
Ravi Dubey And Sargun Mehta: হিন্দি টেলিভিশনের অত্যন্ত ফেমাস দম্পতি রবি দুবে ও সরগুন মেহতা। কাজের সূত্রে প্রায়ই পেজ ৩ খবরে চর্চায় থাকেন রবি-সরগুন। তবে এবার সম্পূর্ণ অন্য কারণে লাইমলাইটে রয়েছেন রবি দুবে ও সরগুন মেহতা। দাম্পত্যের দীর্ঘ ১১ বছর পর সম্ভবত সন্তানসুখ লাভ করতে চলেছেন। মানিকন্ট্রোল-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১১ বছরের বিয়ের পর এবার সন্তান ধারণ করছেন সরগুন। বিগ বস ১৯-এ তাঁদের নতুন শো জুলিয়েট জাট্ট দি প্রচারে যুগলে হাজির ছিলেন। ইন্ডাস্ট্রির কানাঘুষো, প্রচারকার্য সেরেই হাসপাতালে গিয়েছিলেন। একসঙ্গে একটি হাসপাতালে দেখা যেতেই শুরু প্রেগন্যান্সির গুঞ্জন। যদিও এই প্রসঙ্গে এখনও একটি শবদ্ও খরচ করেননি রবি বা সরগুন। চলতি বছরের মাঝামাঝি, এক সাক্ষাৎকারে হিন্দুস্তান টাইমসকে সরগুন জানান বিয়ের পর প্রেগন্যান্সি ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখনও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করার জন্য সংগ্রাম জারি এবং তাঁর লড়াইটা একটু অন্যরকম। সরগুনের কথায়, 'আমি এটা বলছি না যাঁরা সন্তান ধারণে ইচ্ছিুক তাঁরা ভুল। প্রত্যেকের জীবনে আলাদা অগ্রাধিকার ও লক্ষ্য থাকে। কেউ ২৫ বছরেই সব অর্জন করে ফেলে আবার কেউ ৪০-এ। যখন আপনি নিজের ইচ্ছা ও লক্ষ্য পূরণে সন্তুষ্ট হন, তখনই অন্য কাউকে সুখ দিতে স্বচ্ছন্দবোধ করবেন। যখন নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই চলে তখন সেটা সম্ভব নয়।' আরও পড়ুন দশমীতে মায়ের বিসর্জনের আগেই সুখবর! ছেলের বয়স তিন বছর হতেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা সোনম? রবি ও সরগুনের প্রথম দেখা টিভি শো ১২/২৪ করোল বাগ-এর সেটে। সেখান থেকে বন্ধুত্ব এবং ধীরে ধীরে সেই বন্ধুত্ব আরও গাঢ় হয়। সম্পর্ক গোপন রাখার চেষ্টা করলেও, অনুরাগীরা ঠিকই আন্দাজ করতে পেরেছিলেন। পরবর্তীতে রিয়্যালিটি শো নাচ বালিয়ে ৫-এ অংশ নেন। সেখানেই রবি তাঁর প্রিয়তমাকে চমকে দিয়ে সকলের সামনে প্রকাশ্যে প্রেম নিবেদন করেন। মঞ্চে রবি হাঁটু মুড়ে সরগুনকে প্রপোজ করতেই তিনি সম্মতি দেন। ২০১৩ সালে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আরও পড়ুন সিলভার স্ক্রিন থেকে দূরে, ছেলের বয়স তিন বছর হতেই ফের মা হচ্ছেন সোনম! কবে ভূমিষ্ঠ হবে দ্বিতীয় সন্তান? প্রেমের কাহিনি নিয়ে সরগুন এক সাক্ষাৎকারে বলেন, 'আমাদের পরিচয় ২০০৯ সালে আর আজও সেই অনুভূতিটা ঠিক একইরকম। আমরা খুব ভাল বন্ধু হিসেবে কাজ শুরু করেছিলাম এবং আজও অন্তরে সেই বন্ধুত্বই রয়েছে। তখনও আমরা একে অপরের কাজকে সম্মান করি। ও ভাল করলে আমি মনে করি আমি সফল হয়েছি আবার আমি ভাল করলে ওঁরও একই অনুভূতি হয়। উল্লেখ্য, রবি দুবেকে দেখা যাবে রণবীর কাপুরের বহু প্রতীক্ষিত ছবি রামায়ণ-এ। আরও পড়ুন বিয়ের বছর ঘুরতেই শুরু নতুন অধ্যায়, বেবি বাম্প প্রদর্শন করে সুখবর 'পার্বতী' সোনারিকার
হেলিকপ্টার সংস্থার লাইসেন্স নিয়ে জটিলতা, সড়কপথে বনগাঁ যাচ্ছেন মমতা
সময় বদলে দুপুর তিনটেয় শুরু হবে জনসভা।
PM Modi |ধ্বজা উড়িয়ে, ভাগবতকে পাশে নিয়ে রামলালার আরতি করলেন মোদি! ঐক্যের বার্তা দিতেই এমন পদক্ষেপ?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার অযোধ্যার রামমন্দিরে গেরুয়া রঙের পতাকা তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ রামনগরীতে পা রাখেন নমো। এরপর সোজা চলে যান মন্দিরে। পতাকা উত্তোলনের পর মোহন ভগবতকে পাশে নিয়ে রামলালার মূর্তির সামনে দাঁড়িয়ে আরতি করেন। আর অনেকেই এই মুহূর্তকে অনেকেই ‘দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা’ হিসেবে মনে […] The post PM Modi | ধ্বজা উড়িয়ে, ভাগবতকে পাশে নিয়ে রামলালার আরতি করলেন মোদি! ঐক্যের বার্তা দিতেই এমন পদক্ষেপ? appeared first on Uttarbanga Sambad .
Ram Mandir Dhajarohan: আমরা যা স্বপ্ন দেখেছিলাম তার থেকেও সুন্দরভাবে রাম মন্দির নির্মিত হয়েছে, মোদীর কৃতিত্বকে কুর্নিশ মোহন ভাগবতের। রামমন্দিরে ঐতিহাসিক ধর্মীয় পতাকা উত্তোলনের পর দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই পতাকা ভারতীয় সভ্যতার নবজাগরণের প্রতীক, পাশাপাশি ভাষণে উন্নত ভারত গড়ার লক্ষ্যে বিরাট বার্তাও দেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন- 'শতাব্দী প্রাচীন স্বপ্নের বাস্তবায়নের প্রতীক...', পতাকা উত্তোলনের পর আবেগে ভাসলেন মোদী, ভাষণে জিতে নিলেন কোটি কোটি ভারতীয় হৃদয় এদিন মোদীর সঙ্গে অনুষ্ঠানে হাজির ছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। রাম মন্দিরের শিখরে ধর্মধ্বজা উত্তোলনের মুহূর্তকে তিনি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন বলে উল্লেখ করেন। ভাগবত বলেন, তাঁর স্বপ্নের চেয়েও বেশি সুন্দর হয়েছে রাম মন্দির। এটি ভারতীয় সংস্কৃতির গৌরবময় প্রতীক এবং জাতীয় ঐক্যের বার্তা বহন করছে। মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত সকলকে তিনি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, যে 'রামপতাকা' একসময় শান্তি ও সুখের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছিল, আজ আবার সেই পতাকা রামমন্দিরের শিখরে প্রতিষ্ঠিত হয়েছে। এ দৃশ্য আমরা নিজেদের চোখে দেখলাম।” ভাগবত বলেন, আজ আমাদের সকলের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। অনেক মানুষ প্রচেষ্টা করেছেন, তাদের জীবন উৎসর্গ করেছেন, এবং আজ তাদের আত্মা অবশ্যই শান্তি পেয়েছে। আরও পড়ুন- নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে নতুন বিপদের ইঙ্গিত, বঙ্গে প্রভাব কতটা? এই সপ্তাহেই বাড়বে শীত? পতাকা উত্তোলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম লালা দরবারে গিয়ে দর্শন, পূজা ও আরতিতে অংশ নেন। বক্তব্যে মোহন ভাগবত আরও বলেন, “এই দিনের জন্য অসংখ্য রামভক্ত তাঁদের জীবন উৎসর্গ করেছেন।একটি মন্দির নির্মাণে যেমন সময় লাগে, তেমনি ধৈর্য, ত্যাগ এবং বিশ্বাসও প্রয়োজন। আজ উত্তোলিত এই ধর্মধ্বজা গেরুয়া রঙের, আর এর শীর্ষে রয়েছে কোভিদার গাছ—যা রঘুকুলের প্রতীক। আজ এই ধর্মধ্বজকে শিখরে পৌঁছে দেওয়া আমাদের সকলের সংকল্পের পুনরাবৃত্তি। আমাদের লক্ষ্য এমন এক ভারত গড়া, যেখানে শান্তি ও সমৃদ্ধি সবার মধ্যে ভাগাভাগি হবে। রাম মন্দির ঠিক যেমন কিছু মানুষের স্বপ্ন ছিল, বাস্তবে তা তার চেয়েও বহু গুণ মহিমান্বিত।” আরও পড়ুন- রাম মন্দিরের চূড়ায় বিশেষ ধর্মীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী মোদী, 'নতুন যুগের সূচনা' বলে উল্লেখ যোগীর
ধর্মেন্দ্র ও সুচিত্রা সেনকে একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল ১৯৬৬ সালে অসিত সেন পরিচালিত ‘মমতা’ ছবিতে। এটি ছিল ১৯৬৩ সালের বাংলা ব্লকবাস্টার ‘উত্তর ফাল্গুনী’-এর হিন্দি রূপান্তর। এই ছবিতে সুচিত্রা অভিনয় করেছিলেন দ্বৈত চরিত্রে—দেবযানী ও তার কন্যা সুপর্ণা। দেবযানী, যিনি এক যন্ত্রণাদায়ক দাম্পত্য জীবন থেকে বেরিয়ে নৃত্যশিল্পী পান্না বাই হিসেবে পরিচিতি পান, এবং সুপর্ণা, যার ভবিষ্যৎ রক্ষার জন্য মা নিজের জীবন উৎসর্গ করেন। অশোক কুমার ছিলেন দেবযানীর জীবনের প্রেম মনীশ রায়, আর ধর্মেন্দ্র ছিলেন ব্যারিস্টার ইন্দ্রনীল, যিনি সুপর্ণার প্রেমে পড়েন। এক পুরনো সাক্ষাৎকারে ধর্মেন্দ্র জানান, তাঁর দীর্ঘদিন ধরে সুচিত্রার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। বিশেষ করে ‘দেবদাস’-এ তাঁকে দেখার পর। ‘মমতা’-র শুটিং চলাকালীন কলকাতার নিউ থিয়েটার্স স্টুডিও এবং দার্জিলিংয়ে কাটানো দিনগুলো তখনও তাঁর মনে অমলিন। ধর্মেন্দ্র স্মরণ করে বলেছিলেন, সুচিত্রা সেন ছিলেন অনিন্দ্য সুন্দরী—শান্ত, মার্জিত এবং অত্যন্ত পেশাদার। পাহাড়ি শুটিং শেষে তিনি মাঝে মাঝে সুচিত্রা ও তাঁর বোনের সঙ্গে গাড়ি করে ঘুরে বেড়াতেন। Dharmendra-Amitabh: হাত ছাড়লেন বীরু, চারপাশের নিস্তব্ধতায় দম আটকে আসছে অমিতাভের সুচিত্রাকে তখন অনেকেই ‘রহস্যময় ও নির্জনপ্রিয়’ তারকা হিসেবে চিনতেন, কারণ তিনি ইচ্ছাকৃতভাবেই জনসমক্ষে খুব কমই দেখা দিতেন। তবু, ধর্মেন্দ্র বলেছিলেন, পর্দার বাইরে সুচিত্রা ছিলেন আশ্চর্য রকম মনোমুগ্ধকর ও আন্তরিক। মুম্বাইয়ের মোহন স্টুডিওতে শুটিং চলাকালীন বাংলার জনপ্রিয় এই নায়িকাকে এক ঝলক দেখার জন্য অসংখ্য দর্শনার্থী ভিড় জমাত। নির্জনপ্রিয় হওয়া সত্ত্বেও তিনি কখনও ভক্তদের হতাশ করতেন না। জানা যায়, ‘মমতা’ ছবির প্রস্তাব প্রথমে গিয়েছিল মীনা কুমারীর কাছে, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে সুচিত্রা সেন ছবিটিতে অভিনয়ে সম্মতি দেন- কারণ এটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মিত প্রথম হিন্দি ছবি, এবং পরিচালক অসিত সেনের প্রতি তাঁর বিশেষ শ্রদ্ধা। Dharmendra Last Film-Ikkis: অগস্ত্য নন্দের সঙ্গে ধর্মেন্দ্রর শেষ অভিনয়, ‘ইক্কিস’–এর নতুন ট্রেলারে উন্মাদনা ধর্মেন্দ্র আশা করেছিলেন সুচিত্রার সঙ্গে আরও কাজ করার সুযোগ পাবেন। কিন্তু সুপারস্টার হয়েও সুচিত্রা ইচ্ছাকৃতভাবে বাংলা ছবিতেই সীমাবদ্ধ থাকলেন। হিন্দি ছবিতে তাঁকে খুব কমই দেখা গেছে- সঞ্জীব কুমারের সঙ্গে গুলজার পরিচালিত ১৯৭৫ সালের ‘আন্ধি’ ছিল তাঁর শেষ হিন্দি অভিনয়।
PM Modi Ayodhya Temple Flag Hoisting: পূর্ণ হল যজ্ঞ! হাজার ক্ষতের নিরাময় করল গেরুয়া ধ্বজা: মোদী
PM Modi in Ayodhya: মঙ্গলবার বেলা ১১টা বেজে ৪৮ মিনিট নাগাদ উদ্বোধন হল রাম মন্দিরের গেরুয়া ধ্বজা। এই পতাকা উত্তোলন অনুষ্ঠান ঘিরে লাখো মানুষের ভিড়। শুধু জনসাধারণ নয়, এসেছেন ৭ হাজার বিশিষ্ট অতিথি। প্রধানমন্ত্রীর চোখেও এই অনুষ্ঠান সাধারণ নয়। এই পতাকাকে 'ভারতের সাংস্কৃতিক পুনরুজ্জীবনের' প্রতীক বলেই উল্লেখ করলেন তিনি।
ভাঁজ করা আইফোনের দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে, সবচেয়ে দামি ফোনটিও এর সামনে সস্তা
Foldable iPhone price: ভাঁজযোগ্য স্মার্টফোনের বাজারে প্রতিদিন শুরু হচ্ছে নতুন প্রতিযোগিতা। স্যামসাং, শাওমি, ওপ্পো, ভিভো—প্রায় সবাই এই প্রযুক্তিকে সামনে রেখে নিজেদের প্রিমিয়াম ফোন বাজারে এনেছে। তবে অ্যাপল সবসময়ই অপেক্ষা করে নিখুঁত প্রযুক্তির জন্য। বছরের পর বছর ধরে অ্যাপল ভাঁজযোগ্য প্রযুক্তি নিয়ে কাজ করলেও কোনও পণ্য বাজারে আনেনি। কারণ অ্যাপল বিশ্বাস করে যে কোনও প্রযুক্তি তখনই আনা উচিত, যখন তা ব্যবহারকারীকে নিখুঁত অভিজ্ঞতা দিতে সক্ষম হবে। আর সেই নিখুঁত অভিজ্ঞতার প্রথম স্বাদ দিতে ২০২৫ সালে বাজারে আসতে চলেছে প্রথম ভাঁজযোগ্য আইফোন, যাকে ঘিরে টেক-মহলে উত্তেজনা তুঙ্গে। অ্যাপলের ফোল্ডেবল আইফোন সম্প্রতি যেসব তথ্য প্রকাশ্যে এসেছে, তা বলছে যে অ্যাপলের ফোল্ডেবল আইফোন দামের দিক থেকে বাজারের অন্যান্য ফোনকে অনেক পিছনে ফেলে দেবে। শুরুতে অনুমান করা হয়েছিল যে এর দাম হতে পারে ১,৮০০ থেকে ২,৫০০ ডলারের মধ্যে। কিন্তু নতুন রিপোর্টে দেখা যাচ্ছে ফোল্ডেবল আইফোনের দাম দাঁড়াতে পারে ২,৩৯৯ ডলার, ভারতীয় দামে যা প্রায় ২.১৪ লক্ষ টাকা। অ্যাপল এই পণ্যের জন্য এমন সব প্রিমিয়াম উপকরণ ব্যবহার করছে, যা ব্যবহারকারীদের একেবারে নতুন অভিজ্ঞতা দেবে। আরও পড়ুন- ফ্লিপকার্ট-আমাজন সেলে ৬৫ ইঞ্চি স্মার্ট টিভিতে বছরের সেরা অফার, সোনি-সামস্যাঙে বিশাল ছাড়! এর লম্বা-চওড়া দামের আরেকটি বড় কারণ হচ্ছে অ্যাপলের নিজস্ব মুনাফার হার। অ্যাপল সবসময়ই তাদের প্রিমিয়াম পণ্যে উচ্চ মার্জিন রাখে। ফলে দামের ক্ষেত্রে তা অন্য ব্র্যান্ডের তুলনায় ওপরের দিকে থাকে। তবে অ্যাপল মনে করছে যে যাঁরা সত্যিই প্রিমিয়াম ফোল্ডেবল অভিজ্ঞতা চান, তারা এই দামও দিতে পিছপা হবেন না। আরও পড়ুন- সেরা ৫ ইলেকট্রিক স্কুটার! মধ্যবিত্তের নাগালে কোনটা সেরা? অন্যদিকে এবার জানা গেছে যে আগামী বছর অ্যাপল প্রায় ৫.৪ মিলিয়ন ইউনিট ফোল্ডেবল আইফোন বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে। যদিও বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রির হার আগামী বছর তুলনামূলক কম থাকতে পারে, তবে ফোল্ডেবল সেগমেন্টে দ্রুত চাহিদা বাড়বে বলেই বিশ্লেষকদের ধারণা। আর অ্যাপল এই চাহিদার সুযোগ নিয়েই বাজারে প্রিমিয়াম ফোনের জায়গাটি দখল করতে চাইছে। আরও পড়ুন- আগুনে স্মার্টফোনে বাজারে বিস্ফোরণ, Lava Agni 4 এর ফিচার থেকে ক্যামেরা তাক লাগাবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল—এই ফোল্ডেবল আইফোনে থাকবে একটি সম্পূর্ণ ক্রিজ-মুক্ত ফোল্ডিং ডিসপ্লে। বাজারে যত ফোল্ডেবল ফোন আছে, সবকটিতেই মাঝের ভাঁজের জায়গায় কিছুটা ক্রিজ বা দাগ দেখা যায়। ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে সেই সমস্যা নিয়ে অভিযোগ জানিয়ে আসছেন। কিন্তু অ্যাপল এমন প্রযুক্তি তৈরি করেছে, যা সেই সমস্যা সম্পূর্ণভাবে দূর করবে। ফলে স্ক্রিন ভাঁজ করা হোক বা খোলা—কোনও রেখাই দেখা যাবে না। আরও পড়ুন- আজ থেকেই রোলআউট শুরু হচ্ছে Nothing OS 4.0: এক নজরে নতুন ফিচার ও আপডেট পাওয়া যাবে কোন ফোনে এছাড়াও এতে থাকতে পারে ২৪ মেগাপিক্সেল আন্ডার-ডিসপ্লে ক্যামেরা, যা ডিসপ্লের নীচে লুকিয়ে থাকবে এবং স্ক্রিনের ওপরে কোনও ছিদ্র বা নচ দেখতে পাওয়া যাবে না। ফোল্ড করা অবস্থায় ফোনটির পুরুত্ব থাকবে ৯-৯.৫ মিলিমিটার, আর খোলা অবস্থায় মাত্র ৪.৫-৪.৮ মিলিমিটার। খোলা অবস্থায় ডিসপ্লের আকার হবে ৭.৮ ইঞ্চি, আর বাইরের কভার স্ক্রিন হবে প্রায় ৫.৫ ইঞ্চি। যখন একসঙ্গে রাখা হবে ফোনটির চেহারা নাকি দুটি আইফোন এয়ার-এর মত দেখাবে। এর চ্যাসিস হবে অত্যন্ত হালকা টাইটানিয়াম বডি, যা প্রিমিয়াম লুকের পাশাপাশি টেকসই ব্যবহার নিশ্চিত করবে। এই সব ফিচার মিলিয়ে ফোল্ডেবল আইফোনকে ‘টেকনোলজির নতুন বিপ্লব’ বলছেন বিশেষজ্ঞরা। অ্যাপল এখনও অফিসিয়ালভাবে তার প্রথম ভাঁজযোগ্য আইফোনের ঘোষণা করেনি, তবে বিভিন্ন তথ্যসূত্রে জানা যাচ্ছে যে আগামী সেপ্টেম্বরেই এর উদ্বোধন হতে পারে। বাজারের প্রতিযোগিতা, প্রযুক্তির উন্নয়ন এবং ব্যবহারকারীর চাহিদা—সব মিলিয়ে অ্যাপল নিশ্চিতভাবেই এই পণ্যটি নিজের সর্বোচ্চ মানের করে তুলতে চাইছে। যাঁরা প্রথমসারির অ্যাপল পণ্য ব্যবহার করতে ভালোবাসেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বছরের সবচেয়ে বড় চমক হতে চলেছে। বেশি দাম থাকা সত্ত্বেও ফোল্ডেবল প্রযুক্তির প্রতি গ্রাহকদের আগ্রহ দিনকে দিন বাড়ছে। গত কয়েক বছরের বাজারের ছবিটা বলছে যে ভাঁজযোগ্য ফোনের চাহিদা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় অ্যাপলের মত ব্র্যান্ড যদি এই বাজারে প্রবেশ করে, তাহলে পুরো সেগমেন্টেই বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। তাই বলা যেতে পারে, অ্যাপলের ফোল্ডেবল আইফোন যেদিন বাজারে আসবে, সেদিন থেকেই প্রযুক্তি জগতে শুরু হবে নতুন যুগের সূচনা। দাম বেশি হলেও, অভিজ্ঞতা হবে অনন্য—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের ইনস্যুরেন্স নেই, উঠতেই পারলেন না, ক্ষুব্ধ মমতা গেলেন সড়কপথে
Mamata Banerjee: মতুয়াগড়ে আজ কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া চলাকালীন মমতার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইআর-এ বিরোধিতায় তিনি কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে আছে মতুয়াগড়। তবে ঠাকুরবাড়িতে যাবেন না তিনি।
‘খুন হয়েছেন জুবিন গর্গ’, দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে অসম বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত
জুবিনমৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।
Suvendu Adhikari: পুলিশের মঞ্চে ‘মমতা চাই’ ধ্বনি! শুভেন্দুর বিস্ফোরক ভিডিও প্রকাশে তোলপাড় রাজ্য
সম্প্রতি দিঘায় পুলিশের একটি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন একাধিক পুলিশ আধিকারিক, এমনই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ওই বক্তব্যের ভিডিও প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অভিযোগ করেন, রাজ্যের পুলিশ প্রশাসন “নিরপেক্ষতার পথ থেকে সরে গিয়েছে”। সম্প্রতি দিঘায় পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান হয়। সেখানে মঞ্চ থেকে কয়েকজন পুলিশ আধিকারিক প্রকাশ্যে জানান, তাঁরা আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। এদিন সেই ভিডিও সামনে এনে শুভেন্দু অধিকারী দাবি করেন, “পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের এভাবে প্রকাশ্য রাজনৈতিক মন্তব্য করা নজিরবিহীন। এতে পুলিশের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।” আরও পড়ুন- West Bengal news live updates: SIR-এর প্রতিবাদে ফের পথে তৃণমূল সুপ্রিমো, ঠাকুরনগরে আজ মিছিল-জনসভা বিরোধী দলনেতা সরাসরি অভিযোগ করেন, “দলদাস পুলিশদের ভোটের কাজে রাখা যাবে না। পুলিশ আধিকারিকরা প্রকাশ্যে বলছেন তাঁরা মমতাকে আবার ক্ষমতায় দেখতে চান— এটা কি ভোটের আগে প্রচার নয়? পুলিশের নিরপেক্ষতা সমুদ্রে বিসর্জন দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। দেশের কোথাও এমন ঘটনা ঘটে না।” তিনি আরও বলেন, “ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্তমান সদস্যদের সরিয়ে নতুন নির্বাচন করতে হবে। ভোট একটি গোপন মত, কিন্তু সরকারি প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক সমর্থন ঘোষণা কীভাবে করা হয়?” আরও পড়ুন- Bengal Safari Park: বেঙ্গল সাফারি পার্কে বড় আপগ্রেড! বাঘেদের জন্য বাড়ছে ‘জঙ্গল’ শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছেও দাবি জানান, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোনও সদস্যকে নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পর থেকে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও ধরনের ভোটের কাজে না রাখার নির্দেশ দিতে হবে। তাঁর কথায়, “তিন মাস আগেই নির্বাচন কমিশনকে জানালাম। এবার সিদ্ধান্ত নেওয়া তাদের ফুল বেঞ্চের দায়িত্ব।”দিঘায় পুলিশের এই অনুষ্ঠানের ভিডিও সামনে আসতেই রাজ্য রাজনীতিতে ফের শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। আরও পড়ুন- Mahakal Temple: মমতার ঘোষণা বাস্তবায়ন, মহাকাল মন্দির তৈরিতে জমি বরাদ্দ রাজ্য মন্ত্রিসভার
শ্বশুরমশাইয়ের অসুস্থতায় ৪ ঘণ্টা কেঁদে কাবু পলাশ! এবার মুখ খুললেন গায়কের মা
রবিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা।
Ram Mandir Flag Hoisting Modi speech: 'এই ধর্মীয় পতাকা শতাব্দী প্রাচীন স্বপ্নের বাস্তবায়নের প্রতীক...'। রাম মন্দিরের আজ ঐতিহাসিক ধর্মীয় পতাকা উত্তোলনের এভাবেই ভাষণে রামমন্দির নির্মাণের সংগ্রামকাহিনীকে আরও এক তুলে রাম মন্দির নির্মাণে যারা প্রাণপাত করেছেন তাদের স্যালুট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও পড়ুন- রাম মন্দিরের চূড়ায় বিশেষ ধর্মীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী মোদী, 'নতুন যুগের সূচনা' বলে উল্লেখ যোগীর প্রধানমন্ত্রী এদিন তাঁর ভাষণে বলেন, আজ, সমগ্র ভারত,সমগ্র বিশ্ব রামে পরিপূর্ণ। প্রতিটি রাম ভক্তের হৃদয়ে আজ অতুলনীয় তৃপ্তি। অসীম কৃতজ্ঞতা। অপরিসীম আনন্দ। আজ সেই যজ্ঞের সমাপ্তি ঘটল, যার আগুন ৫০০ বছর ধরে জ্বলেছিল। আজ, ভগবান রামের শক্তি এই ধর্মধ্বজের আকারে মহান রাম মন্দিরের চূড়ায় অবস্থান করছেন। অযোধ্যায় রাম মন্দিরের পতাকা উত্তোলনের পর কোটি কোটি দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, আজ শতাব্দীর ক্ষত নিরাময় হয়েছে। শতাব্দীর যন্ত্রণার অবসান ঘটছে, এবং সংকল্প পূর্ণ হচ্ছে। রাম মন্দিরের উপরে উড়ন্ত এই পতাকাটি ভারতীয় সভ্যতার নবজাগরণের 'প্রতীক'। এই পতাকাটি শতাব্দী ধরে লালিত একটি স্বপ্নের মূর্ত প্রতীক।আজ সমগ্র ভারত, সমগ্র বিশ্ব রামে পরিপূর্ণ। শতাব্দীর ক্ষত নিরাময় হচ্ছে। শতাব্দীর যন্ত্রণা সান্ত্বনা পাচ্ছে। শতাব্দীর সংকল্প সাফল্য অর্জন করছে। আজ মন্দিরে ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এই পতাকা কোটি কোটি সনাতনীর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জীবন গেলেও প্রতিশ্রুতি ভাঙা উচিত নয়। আরও পড়ুন- নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে নতুন বিপদের ইঙ্গিত, বঙ্গে প্রভাব কতটা? এই সপ্তাহেই বাড়বে শীত? প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে বলেন, আমাদের এমন একটি সমাজ তৈরি করা উচিত যেখানে থাকবে না কোন দারিদ্র্য। এই ধর্মীয় পতাকা আগামী যুগে যুগে সমগ্র মানবতার কাছে শ্রী রামের আদেশ এবং অনুপ্রেরণা বহন করবে। তিনি আরও বলেন, ২০৪৭ সালে যখন আমরা স্বাধীনতার ১০০ বছর উদযাপন করব, তখন আমরা একটি উন্নত ভারত গড়ে পারব। আমাদের বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভাবতে হবে। আমাদের দূরদর্শিতা নিয়ে কাজ করতে হবে। কারণ এই দেশটি তখনও ছিল যখন আমরা ছিলাম না, এবং যখন আমরা থাকব না তখনও থাকবে। অযোধ্যায় আজ রচিত হল এক নয়া ইতিহাস। রাম মন্দিরের চূড়ায় প্রথমবারের মতো ধর্মধ্বজা উত্তোলনের মুহূর্তে পুরো রামনগরী ভাসল উৎসবের আবহে। অভিজিৎ মুহূর্তের শুভ সময়ে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা উত্তোলন করেন এবং হাত জোড় করে ভগবান রামের প্রতি প্রণাম জানান। তিনি এই অনুষ্ঠানকে ভারতের “সাংস্কৃতিক নবজাগরণের প্রতীক” বলে উল্লেখ করেন। ‘শতাব্দীর ক্ষত নিরাময় হচ্ছে’ — প্রধানমন্ত্রী মোদী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ অযোধ্যা শহর ভারতের সাংস্কৃতিক চেতনার আরেকটি ঐতিহাসিক সমাপ্তির সাক্ষী। শ্রী রাম মন্দিরের চূড়ায় পতাকা উত্তোলনের এই মুহূর্তটি অনন্য এবং বিশেষ। এই ধর্মধ্বজা কেবল একটি পতাকা নয়, এটি ভারতীয় সভ্যতার নবজাগরণের প্রতীক, শতাব্দী ধরে চলা স্বপ্নের বাস্তব রূপ।” তিনি আরও যোগ করেন, “শতাব্দীর যন্ত্রণা আজ অবসান হচ্ছে। শতাব্দীর সংকল্প আজ সফল হয়েছে। ৫০০ বছর ধরে জ্বলতে থাকা যজ্ঞের আজ সমাপ্তি ঘটল—এক মুহূর্তের জন্যও যা বিশ্বাস থেকে বিচ্যুত হয়নি।”প্রধানমন্ত্রী মোদী পতাকার প্রতীকী অর্থ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “গেরুয়া রঙ ত্যাগ ও শক্তির প্রতীক। পতাকায় খোদাই করা ‘ওঁ’ এবং সূর্যবংশের প্রতীক রাম রাজ্যের গৌরব বহন করে। এই পতাকা সংগ্রাম থেকে সৃষ্টির কাহিনি, সাধুদের সাধনার ফসল এবং সমাজের অংশগ্রহণের ঐতিহাসিক বার্তা বহন করে চলবে ।” ‘দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার আহ্বান’ দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আসুন আমরা এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে দারিদ্র্য থাকবে না, কেউ অসহায় থাকবে না। যারা কোনও কারণে মন্দিরে আসতে পারেন না এবং দূর থেকেই পতাকাকে প্রণাম করেন, তাঁরাও সমান পুণ্য লাভ করবেন। এই ধর্মধ্বজা রাম লালার জন্মস্থানের এক চিরন্তন আলোকচিহ্ন, যা যুগ যুগ ধরে মানুষের কাছে শ্রী রামের আদেশ ও অনুপ্রেরণা পৌঁছে দেবে।”অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে কোটি কোটি রামভক্তকে শুভেচ্ছা জানান। আরও পড়ুন- অযোধ্যার রামমন্দিরে ধর্মধ্বজা তুলবেন মোদী, মেগা রোড শো'ঘিরে সেজে উঠেছে শহর,উচ্ছ্বাসে ভাসছে রামনগরী
মতুয়াগড়ে মমতা LIVE UPDATE: সড়কপথে বনগাঁ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সভার সময় বদল
হেলিকপ্টারের বদলে সড়কপথে বনগাঁ যাচ্ছেন মমতা।
TRAI DND App: ২১ লক্ষ সিম বন্ধ করে দিয়েছে TRAI, আপনার আর একটা নম্বর চলছে তো? নাহলেই বিপদ!
TRAI advisory: গত ১ বছরে ২১ লক্ষের বেশি মোবাইল নম্বর ও প্রায় ১ লক্ষ জালিয়াত সংস্থাকে ব্ল্যাকলিস্ট করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। এমনকি তাদের ফোন নম্বরও বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাই জানিয়েছে দেশের মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে এই কাজ সত্যিই জরুরি ছিল।
‘শতাব্দীপ্রাচীন ক্ষতে প্রলেপ, আজ গোটা ভারত রামময়’, রামমন্দিরে ধ্বজারোহণে আবেগপ্রবণ মোদি
'অযোধ্যা তথা ভারত এবার আধ্যাত্মবাদ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মহাসঙ্গম দেখবে', বলছেন প্রধানমন্ত্রী।
Sharmila Tagore-Dharmendra Birthday Celebration: বীরু হীন বলিউড! সোমবার না ফেরার দেশে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। আগামী ৮ ডিসেম্বর ৯০-এ পা দিতেন, দেওল পরিবার ধর্মেন্দ্রর জন্মদিন সেলিব্রেট করারও পরিকল্পনা করছিল। কিন্তু, তার আগেই সব শেষ। একইদিনে ইন্ডাস্ট্রির আরও এক কিংবদন্তির জন্মদিন। তিনি বঙ্গললনা শর্মিলা ঠাকুর। ধর্মেন্দ্রর প্রয়াণে তো শোকস্তব্ধ বটেই, সেই সঙ্গে জন্মদিনের অনেক স্মৃতি ভিড় করে আসছে মনের মধ্যে। TV9-কে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর বলেছেন, 'আমি আন্তরিকভাবে ওকে ভীষণ মিস করব। আমার খুব ভাল বন্ধু ছিল। চুপকে চুপকে সিনেমাটা প্রতিটি মানুষের বড্ড প্রিয়। আমাদের দুজনের জন্মদিনও একইদিনে। ওঁর চলে যাওয়ার পর জন্মদিন উদযাপন করার ইচ্ছেটাই মরে গেল।' আরও এক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর বন্ডিংয়ের কথা শেয়ার করেছেন শর্মিলা। তিনি বলেন, 'ভীষণ কেয়ারিং আর বন্ধুত্বসুলভ আচরণ। সবসময় অন্তর থেকে কথা বলত। পরিবার, বন্ধুবান্ধব সকলের প্রতি সমান দায়িত্ব পালন করতেন। ওঁর মতো দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাওয়া খুব মুশকিল। একজন মানুষ এভাবে সকলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এটা সত্যিই বিরল। আজকাল তো মানুষ শুধু নিজেদের কথাই ভাবে।' আরও যোগ করেন, 'আমাদের সঙ্গে যখন ধরম থাকতেন তখন নিজেদের ভীষণ সিকিওরড মনে হত। একাই সব সামলে নিতেন। আমাকে একবার ভিড়ের মধ্যে থেকে রক্ষা করেছিলেন।' আরও পড়ুন ধরমজির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটি কথা সারাজীবন হৃদয়ে আগলে রাখব: একাবলী খান্না নিয়মিত ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার খোঁজ নিতেন। সে কথা নিজেই জানিয়েছেন লেজেন্ডারি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তিনি জানান, 'আমি প্রতিদিন ওঁর খোঁজ নিতাম। অবস্থা খুব একটা স্থিতিশীল নয় সেটা জানতাম তবে ভেবেছিলাম হয়ত ভাল হয়ে যাবেন। আমরা ওঁর জন্মদিন সেলিব্রেট করার পরিকল্পনা করেছিলাম।' শর্মিলার সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছছিলেন। সেই তালিকায় রয়েছে 'অনুপমা', 'নাসিব', 'দেভর', 'মেরে হামদম মেরে দোস্ত'। আরও পড়ুন 'আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করো অনেক বড়মাপের পরিচালক হবে', ধর্মেন্দ্রর প্রয়াণে প্রভাত রায়ের স্মৃতিচারণ প্রসঙ্গত, ৯০ তম জন্মদিন উদযাপনের আগেই না ফেরার দেশে ধর্মেন্দ্র। ডিসেম্বরেই মুক্তি পাবে তাঁর শেষ ছবি 'ইক্কিস'। কিংবদন্তির প্রয়াণে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলিউডের বর্ষীয়ান অভিনেতা Mohan Agashe এক্সক্লুসিভ শোকজ্ঞাপন বার্তায় বলেছেন, 'সদ্যই হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছাড়পত্র মিলেছিল। তাই ভেবেছিলাম আরও কিছুদিন অন্তত তিনি ভাল থাকবেন। কিন্তু না, ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। তিনি চলে গেলেন। শেষ সময়ে খুব কষ্ট হয়নি, এই আশাই করি। ঈশ্বর তাঁর আত্মার শান্তি দিন।' আরও পড়ুন দেশের প্রধানমন্ত্রীও জন্মদিনে কাজ করেন আমিও করছি: রূপা গঙ্গোপাধ্যায়
Weather Update |আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’! তাপমাত্রা ওঠানামার সম্ভাবনা, বঙ্গে কতটা প্রভাব পড়বে?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে (Weather Update)। আর তা আগামী ৪৮ ঘণ্টায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘সেনিয়ার’। বিশাখাপত্তনমের কাছাকাছি কোথাও স্থলভাগে আছড়ে পড়তে পারে এটি। যদিও ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না বঙ্গে। তবে হাওয়ার গতিতে কিছু পরিবর্তন হতে পারে। আবহাওয়ার […] The post Weather Update | আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’! তাপমাত্রা ওঠানামার সম্ভাবনা, বঙ্গে কতটা প্রভাব পড়বে? appeared first on Uttarbanga Sambad .
Cold Remedies: শীতে নাক-বন্ধ, কাশি-সর্দি? ঘরেই আছে মহৌষধ! এই ৫ দারুণ টোটকায় বাজিমাত!
natural ways to prevent cold: শীত পড়তে না পড়তেই অনেকেরই সমস্যা শুরু হয় সর্দি, কাশি ও শরীর ঠান্ডা লাগার মতো মৌসুমি অসুস্থতা। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীরের মানিয়ে নেওয়া সবসময় সহজ হয় না। তাই ঠান্ডা লাগা থেকে রেহাই পেতে বাড়িতেই কিছু সহজ ঘরোয়া টোটকা মেনে চললে উপকার পাওয়া যায়। চিকিৎসকরাও বলছেন, এসব প্রাকৃতিক উপায় শরীরকে উষ্ণ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর। গরম জল: প্রথমেই বলা উচিত গরম জলের কথা। দিনে কয়েকবার গরম জল পান করলে গলা শুকনো হয় না, নাক বন্ধ কমে এবং ভাইরাস সংক্রমণের ঝুঁতিও কিছুটা কমে। অনেকে সকালে খালি পেটে মধু-লেবু মিশ্রিত গরম জল পান করার পরামর্শ দেন। এতে শরীর উষ্ণ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আরও পড়ুন- Money Tips : শনিবারে ৫ সহজ কাজেই নাকি ভাগ্য বদলায়, নামে টাকার ঢল! গোপন টোটকা শাস্ত্রেই! তুলসী পাতা-আদা-গোলমরিচ: শীতকালে ঠান্ডা লাগা রুখতে তুলসী পাতা, আদা, কালো গোলমরিচ খুবই উপকারী। তুলসী-আদা দিয়ে তৈরি গরম চা বা ক্বাথ গলা ব্যথা কমাতে সাহায্য করে। আদার রস শরীরের ভেতরের তাপ বাড়িয়ে ঠান্ডা কমায়। একইসঙ্গে কালো গোলমরিচ শ্বাসনালীর সর্দি দ্রুত শুকোতে সাহায্য করে। আরও পড়ুন- Premananda Maharaj: মানুষের দুঃখ, কষ্ট, প্রার্থনা, এসব কি সত্যিই ভগবানের কাছে পৌঁছায়? কী বলছেন প্রেমানন্দ মহারাজ? গরম তেল: ছোটদের ঠান্ডা লাগা রোধে অনেকেই বাড়িতে সরিষার তেল হালকা গরম করে বুকে, পিঠে ও পায়ে মালিশ করেন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীর উষ্ণ থাকে। একইভাবে নুন গরম জলে গার্গল করলে গলা ব্যথা ও সংক্রমণ দ্রুত কমে। মশলাদার চা: শীতের সময় বাড়িতে লবঙ্গ, দারুচিনি, এলাচ দিয়ে তৈরি হালকা মশলাদার চা পান করলে দারুণ আরাম মেলে। আবার অনেকেই রাতে ঘুমোতে যাওয়ার আগে গরম দুধে হলুদ মিশিয়ে পান করেন। হলুদে থাকা ‘কারকিউমিন’ ঠান্ডা-কাশিকে প্রতিরোধ করতে সাহায্য করে। আরও পড়ুন- Nosebleed Causes: নাক দিয়ে রক্ত পড়া সবসময় সাধারণ ব্যাপার নয়! কোন লক্ষণে বুঝবেন তা জরুরি অবস্থা গরম পোশাক: সবশেষে, ঠান্ডার হাত থেকে বাঁচতে গরম পোশাক পরা, ভিড় এড়ানো এবং হাত পরিষ্কার রাখা খুবই জরুরি। ঘরদোর উষ্ণ রাখুন, আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় রাখতে নিয়মিত পুষ্টিকর খাবার খান। ঘরোয়া এই উপায়গুলো মেনে চললে শীতের সর্দি-কাশি থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব।
পুলিশের অনুষ্ঠানে তৃণমূলের প্রচার! অভিযোগ তুলে কমিশনে নালিশ শুভেন্দুর
দিঘায় রাজ্য মহিলা পুলিশের সম্মেলন ঘিরে বিতর্ক।
Chandrahash Das |কোচবিহার ট্রফিঃ বিরাট ভক্ত চন্দ্রহাসের ত্রিশতরান
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ শতরান করাটা তিনি অভ্যাসে পরিণত করেছেন। অধিনায়ক হিসেবে দলকে ভরসা দেওয়ার স্কিলটাও তাঁর জানা। তিনি চন্দ্রহাস দাস। অনূর্ধ্ব-১৯ বাংলা দলের অধিনায়ক। অসমের বিরুদ্ধে গত ম্যাচে তিন নম্বরে নেমে ১৭২ বলে ১২৪ রান করেছিলেন। এবার কল্যাণীর বাংলা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে সবকিছুকে ছাপিয়ে নয়া ইতিহাস গড়লেন তিনি। চণ্ডীগড়ের বিরুদ্ধে কোচবিহার ট্রফির চলতি ম্যাচে ৩৩২ […] The post Chandrahash Das | কোচবিহার ট্রফিঃ বিরাট ভক্ত চন্দ্রহাসের ত্রিশতরান appeared first on Uttarbanga Sambad .
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এ বছরের শেষদিকে নির্ধারিত ভারত সফর নতুন করে অনিশ্চয়তার মুখে পড়ল। দিল্লিতে ভয়াবহ জঙ্গি হামলার জেরে সফর পিছিয়ে দেওয়া হয়েছে বলে ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রে খবর। প্রায় এক দশকের মধ্যে রাজধানীতে সবচেয়ে বড় হামলায় ১৫ জনেরও বেশি মানুষের মৃত্যু এবং বহু আহত হওয়ার ঘটনায় ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইজরায়েল তার শীর্ষ নেতাদের বিদেশ সফরের ক্ষেত্রে কঠোরতম নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে। ফলে দিল্লির হামলা শুধু 'স্থানীয়' ঘটনা নয়, বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা সংক্রান্ত দৃষ্টিভঙ্গিতেও প্রভাব ফেলেছে। হামলার পর ইজরায়েলের গোয়েন্দা সংস্থাগুলি প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ ভ্রমণসূচি পুনর্মূল্যায়ন শুরু করেছে। আপাতত ভারত সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর সফর সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত নতুন তারিখ ঘোষণা করা হবে না বলে সূত্রের খবর। আরও পড়ুন- অযোধ্যার রামমন্দিরে ধর্মধ্বজা তুলবেন মোদী, মেগা রোড শো'ঘিরে সেজে উঠেছে শহর,উচ্ছ্বাসে ভাসছে রামনগরী কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল? নেতানিয়াহুর এই সফরে ভারত-ইজরায়েল প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা ছিল। পাশাপাশি কৃষি প্রযুক্তি, সাইবার সিকিউরিটি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা ছিল। তবে সফর স্থগিত হওয়ায় আপাতত এই আলোচনাগুলোও পিছিয়ে যাচ্ছে। দুই দেশই জানিয়েছে, সফর বাতিল নয় শুধু স্থগিত করা হয়েছে। ফলে কৌশলগত সম্পর্ক আগের গতিতেই এগোবে। কেন বারবার স্থগিত হচ্ছে নেতানিয়াহুর ভারত সফর? ২০২৫ সালের মধ্যে এই নিয়ে তৃতীয়বারের মত নেতানিয়াহুর সফর পিছল। প্রথমত, এপ্রিল মাসে ইজরায়েলে নির্বাচন ঘোষণা হওয়ার কারণে সফর স্থগিত করা হয়। পরবর্তীতে সেপ্টেম্বরের সফরও পুনর্নির্বাচনের প্রস্তুতির কারণে বাতিল হয়। রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক ব্যস্ততা ও নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জের কারণে বিদেশ ভ্রমণ বারবার স্থগিত হয়। এবার দিল্লির সন্ত্রাসবাদী হামলার জেরে তৃতীয়বারের মতো সফর পিছোল। হামলার পর নেতানিয়াহুর বার্তা দিল্লির বোমা হামলার পর ইজরায়েলি প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করে ভারতের প্রতি সংহতি জানান। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভারত ও ইসরায়েল দু’টি প্রাচীন সভ্যতা—যাদের মূল্যবোধ ও সাংস্কৃতিক ভিত্তি অনেকটাই অভিন্ন। সন্ত্রাসবাদ ক্ষতি করতে পারে ঠিকই, কিন্তু দুই দেশের দৃঢ় মনোবল দুর্বল করতে পারে না। বর্তমানে প্রতিরক্ষা, কৃষি, জল প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে ভারত-ইজরায়েলের মধ্যে সহযোগিতা দ্রুত বিস্তৃত হচ্ছে। নেতানিয়াহুর ভারত সফর এই সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছিল। তবে পশ্চিম এশিয়ার অস্থিরতা, বিশ্বজুড়ে নিরাপত্তা সংক্রান্ত হুমকি এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ সফরকে বারবার জটিল করে তুলছে। আরও পড়ুন- নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে নতুন বিপদের ইঙ্গিত, বঙ্গে প্রভাব কতটা? এই সপ্তাহেই বাড়বে শীত? তৃণমূলপন্থী BLO-দের রাতভর অবস্থান, BJP-র পাল্টা বিক্ষোভে উত্তপ্ত রাজ্য-রাজনীতি হিন্দু-মুসলি ম নয়, উন্নয়নই মূল লক্ষ্য, অত্যাচার রুখতে BJP-কে আনুন: শুভেন্দু “কান্না থামিয়ে দেব”, এই বলে মায়ের কোল থেকে একরত্তি শিশু নিয়ে চম্পট মহিলার
Dharmendra-Amitabh: হাত ছাড়লেন বীরু, চারপাশের নিস্তব্ধতায় দম আটকে আসছে অমিতাভের
Dharmendra-Amitabh: প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর পর গোটা ভারতীয় চলচ্চিত্র জগতে যেন গভীর শোকের আবহ নেমেছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান থেকে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং- হিন্দি ছবির প্রায় সমস্ত প্রজন্মের তারকারাই তাঁর শেষকৃত্যে হাজির হয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। যদিও ইন্ডাস্ট্রিতে অনেকেই ধরমজির খুব কাছের মানুষ ছিলেন, তবু অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বিশেষ, যা পর্দার বাইরেও সমানভাবে গভীর হয়ে ছিল। ধর্মেন্দ্রর প্রয়াণের পর অমিতাভ তাঁর ব্যক্তিগত ব্লগে এক আবেগঘন পোস্ট লিখেছেন। তিনি লিখেছেন, “আরেকজন বীর আমাদের ছেড়ে চলে গেলেন, রঙ্গভূমি খালি করে রেখে গেলেন অসহ্য নিস্তব্ধতা।” অমিতাভ স্মরণ করেন ধর্মেন্দ্রর উদারতা ও সরলতাকে, যা তাঁকে ইন্ডাস্ট্রিতে এক অনন্য মানুষ হিসেবে প্রতিষ্ঠা করেছিল। তিনি লেখেন, “ধর্মজি শুধু তাঁর, শরীরী সৌন্দর্যের জন্য নন, তিনি প্রশংসিত ছিলেন বিশাল হৃদয় এবং সহজ-সরল ব্যক্তিত্বের জন্যও। পাঞ্জাবের মাটির মানুষ ধর্মজি খ্যাতির উচ্চতায় থেকেও কখনও ভোলেননি নিজের শিকড়কে। প্রতি দশকে শিল্পে পরিবর্তন এসেছে, নতুন মানুষ এসেছে, নতুন নিয়ম তৈরি হয়েছে—কিন্তু ধর্মজি বরাবর একইরকম উষ্ণ, হাসিখুশি ও বিনম্র ছিলেন। তাঁর হাসি, তাঁর আকর্ষণ, তাঁর মানবিকতা- সবটাই আজ বিরল।” Dharmendra: বাংলা ছবিতেও জাদু দেখিয়েছিলেন ধর্মেন্দ্র, জানতেন কি ‘পারি’-র কথা? অমিতাভ তাঁর লেখার শেষে জানান, “আমাদের চারপাশে যেন বাতাস শূন্য হয়ে যাচ্ছে। এক এমন শূন্যতা, যা কখনও পূরণ হবে না।” অমিতাভ ও ধর্মেন্দ্র বহু জনপ্রিয় চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন—‘দোস্ত’, ‘চুপকে চুপকে’, ‘শোলে’, ‘নসিব’, ‘রাম বলরাম’, এমনকি অনেক বছর পর ‘হাম কৌন হ্যায়’ ও অন্যান্য প্রকল্পেও। তাদের অনস্ক্রিন জুটি ছিল দর্শকদের অতি প্রিয়। শুধু অমিতাভ নন, জয়া বচ্চনের সঙ্গেও ধর্মেন্দ্রর সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। ২০০৭ সালের কফি উইথ করণ-এ জয়া মজা করে বলেছিলেন যে তিনি প্রথমবার ধর্মেন্দ্রকে দেখে এতটাই লজ্জা পেয়েছিলেন যে একটি সোফার আড়ালে লুকিয়ে পড়েছিলেন। তাঁর ভাষায়, “ওই মানুষটিকে দেখে মনে হয়েছিল যেন কোনও গ্রীক দেবতা সামনে দাঁড়িয়ে আছেন। সাদা প্যান্ট, সাদা শার্ট—মুগ্ধ হয়ে গিয়েছিলাম।” Rabi Ghosh: গুপি-বাঘার গল্প পুরোটাই ফ্যান্টাসি? সত্যজিৎ রায়কে নিয়ে অজানা গল্প ফাঁস করেন রবি ঘোষ জয়া বচ্চন ‘গুড্ডি’ ছবিতে প্রথমবার ধর্মেন্দ্রর সঙ্গে কাজ করেন। ছবিটিতে তিনি এমন এক স্কুলছাত্রীর ভূমিকায় ছিলেন, যিনি নিজেও ধর্মেন্দ্রর ভক্ত। পরবর্তীতে ‘শোলে’-তেও তাদের একসঙ্গে দেখা যায়, আর সাম্প্রতিক সময়ে করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’তে আবার জুটি বাঁধেন। বহু বছর পর কৌন বনেগা ক্রোড়পতি-তে, আমির খান যখন অমিতাভকে জিজ্ঞেস করেছিলেন তিনি কোনো হিরোকে নিয়ে ঈর্ষান্বিত ছিলেন কিনা, যারা জয়ার সঙ্গে কাজ করেছিলেন তাঁদের মধ্যে, উত্তরে অমিতাভ বলেন, হবে কী করে? জয়া প্রথমেই বলে দিয়েছিল, যে ধর্মেন্দ্র আমার পছন্দের।
West bengal Weather Latest Update: এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের।
Mamata Banerjee in Bongaon: পদ আঁকড়ে ‘ব্রাত্য’ গোপাল শেঠ! ডাক পেলেন না মমতার সভায়
TMC Inner Clash: এবার বনগাঁয় মিছিল করবেন তিনি। সোমবার আনুমানিক দুপুর ১টা থেকে ২টোর মধ্যে সেখানে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। প্রথমে ত্রিকোণ পার্কে সভা। তার পর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা। তবে মুখ্যমন্ত্রীর এই ঠাসা কর্মসূচিতে জায়গা মেলেনি গোপাল শেঠের। দলের তরফে আমন্ত্রণ পাননি তিনি।
ফের মেট্রোয় ঝাঁপ, পরিষেবা ব্যাহত, ব্লু লাইনে ভোগান্তি যাত্রীদের
অফিস টাইমে চরম ভোগান্তির শিকার যাত্রীদের।
Pep Guardiola |সিটি’র হয়ে শততম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ গুয়ার্দিওলার
লন্ডন ও ম্যাঞ্চেস্টার: আন্তর্জাতিক বিরতির পর আবার ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ। ভারতীয় সময় মঙ্গলবার রাতে মুখোমুখি হবে ৪ নম্বরে থাকা ম্যাঞ্চেস্টার সিটি ও ২১ নম্বরে থাকা বেয়ার লেভারকুসেন। শনিবার নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে মেজাজ হারিয়েছিলেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। তর্কে জড়ান মাঠের ধারে থাকা ক্যামেরাম্যানের সঙ্গেও। লেভারকুসেন ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে সিটির হয়ে গুয়ার্দিওলার ১০০তম […] The post Pep Guardiola | সিটি’র হয়ে শততম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ গুয়ার্দিওলার appeared first on Uttarbanga Sambad .

23 C