CM Mamata Banerjee: ‘বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র’, উত্তরবঙ্গে গিয়ে ফের গর্জে উঠলেন মমতা
CM Mamata Banerjee: কিছুদিন আগেই ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছিল উত্তরবঙ্গ। একের পর এক মৃত্যুর খবরে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছিল। ছুটে গিয়েছিলেন মমতা। এবার দুর্যোগ পরবর্তী পরিস্থিতির পর্যালোচনায় উত্তরবঙ্গে গেলেন মমতা। থাকছেন তিন দিন।
Food Price: সস্তা হল সবজি-ডাল-মাংস-পেঁয়াজ, থালির দাম কমছে ক্রমশ
Food Price in India: দাম কমেছে ডালেরও। কোনও ডালের দাম ৮৫ শতাংশ, কোনওটার দাম ৩১ শতাংশ কমেছে। তবে খাদ্যদ্রব্যের মধ্যে অনেক জিনিসের মূল্যবৃদ্ধিও হয়েছে। যেমন ভোজ্য তেলের দাম ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রায় ৬ শতাংশ দাম বেড়েছে এলপিজি বা গ্যাসেরও।
Prince Once Upon a Time in Dhaka: অমিতাভ বচ্চন, নামটাই যথেষ্ট। তাঁর আশীর্বাদ পেলে নিজেকে ধন্য মনে করেন ভক্তরা। চলচ্চিত্র জগৎয়ের মানুষজনও তাঁকে সম্মান করেন। বয়স যেন তাঁর কাছে সংখ্যা মাত্র। ৮০ পেরিয়েও বড় পর্দা কাঁপাচ্ছেন বিগ বি। সেই সঙ্গে কৌন বনেগা ক্রোড়পতি-র মতো পপুলার শোয়ের সঞ্চালকও। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেতা। নিজের ভ্লগে সর্বদা আপডেট দেন অমিতাভ বচ্চন। কোনও নতুন ছবি মুক্তি পেলেও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানায় অভিনেতা। শুধু বলিইডের ছবিই নয়, বাংলা ছবির প্রতিও ভালবাসা প্রদর্শন করেন অমিতাভ। পুজোর বাংলা ছবি দেবী চৌধুরানী, তার আগে অনিরুদ্ধ রায় চৌধুরীর ডিয়ার মা-কে শুভেচ্ছা জানিয়েছিলেন বিগ বি। এবার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের আপকামিং ছবির জন্যও অগ্রিম শুভকামনা জানিয়েছেন। আগামী ঈদে মুক্তি পাচ্ছে বাংলাদেশের তারকা-অভিনেতার ছবি প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনার দায়িত্বে শিরিন সুলতানা। বর্তমানে ছবির পরিচালক ও প্রযোজক রয়েছেন মুম্বইয়ে। আর সেখান থেকে ছবিও পোস্ট করেছেন। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন-এর থেকে প্রিন্সের জন্য শুভেচ্ছা ও আশীর্বাদ পেয়ে ধন্য প্রিন্সের টিম। রবিবার সোশ্যাল মিডিয়ায় পরিচালক আবু হায়াত মাহমুদ দুটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায় প্রিন্সের পরিচালক, প্রযোজক এবং চিত্রগ্রাহক অমিতাভের সঙ্গে ফ্রেমবন্দি। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'এটি একটি সম্মানের মুহূর্ত! অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছিল। আমাদের নতুন সিনেমার জন্য আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ, বিগ বি! বিশেষ কৃতজ্ঞতা অমিত দাকে।' আরও পড়ুন ৯ বছর পর ফিরল 'পিঙ্ক'-র নস্ট্যালজিয়া! অনিরুদ্ধর 'ডিয়ার মা'-এর জন্য শুভেচ্ছা অমিতাভের ওপার বাংলার সংবাদমাধ্যম দেশকাল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আবু হায়াত মাহমুদ বলেন, 'বলিউডের সিনেমাটোগ্রাফার অমিত রায় ‘প্রিন্স’-এ কাজ করছেন। তাঁর সঙ্গে মিটিংয়ের জন্য আমরা মুম্বই এসেছিলাম। গতকাল তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে একটি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তখন তিনি আমাদের সেটে আমন্ত্রণ জানান। সেখানেই আমাদের অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি আমাদের সিনেমার বিষয়বস্তু শুনে শুভকামনা জানিয়েছেন।' আরও পড়ুন অজান্তেই ইনজেকশন! থাইরয়েড বৃদ্ধি-হু হু করে কমেছে ওজন, কেমন আছেন শেহনাজ? এক ঝলকে ফিরে দেখা দেবী চৌধুরানীর ভবানী পাঠক প্রসেনজিৎ-কে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, 'বুম্বা তোমাকে অনেক শুভেচ্ছা। তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক, শুভেচ্ছা !!' সালটা ছিল ২০১৬। সেই বছর মুক্তি পেয়েছিল অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত হিন্দি থ্রিলার মুভি 'পিঙ্ক'। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। চলতি বছরে ডিয়ার মা মুক্তির আগে সিনেমার ট্রেলার শেয়ার করে শুভেচ্ছাবার্তায় লিখেছিলেন, 'টনি দা, আপনার সঙ্গে সবসময় আমার শুভকামনা রয়েছে।' আরও পড়ুন 'দেবী চৌধুরানী'-কে শুভেচ্ছা অমিতাভের, উচ্ছ্বাসের সঙ্গে শুভ্রজিৎ বললেন 'বুম্বাদার জন্যই...'
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক। আন্তর্জাতিক সম্মান পেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ‘ডি লিট’ প্রদান করা হবে মুখ্যমন্ত্রীকে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা চলতি সপ্তাহেই আসছেন কলকাতায়। সূত্রের খবর, আলিপুরের এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বিশেষ সম্মানে ভূষিত করা হবে। এর আগে রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ‘ডি লিট’ […] The post CM Mamata Banerjee | জাপান থেকে ‘ডি লিট’ পাচ্ছেন মুখ্যমন্ত্রী, চলতি সপ্তাহে কলকাতায় আসছেন জাপানের প্রতিনিধিরা appeared first on Uttarbanga Sambad .
Alipurduar |মনোরোগী ছিলেন পূজার মা-ও
প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার : শিশুকন্যা খুনে অভিযুক্ত মা পূজা দে ঘোষের পারিবারিক ইতিহাসও কম রহস্যজনক নয়। পূজার প্রথমপক্ষের স্বামী এবং পূজার মায়ের রহস্যমৃত্যু (আত্মহত্যা) হয়েছিল বলে পরিবারের লোকেরা জানাচ্ছেন। আরও জানা যাচ্ছে, সিজোফ্রেনিয়া জনিত মনোরোগ পূজার মায়েরও ছিল। বছর তেইশের পূজার মধ্যেও সেই রোগের প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। ছোটবেলায় সেই রোগের বিষয়ে তেমন […] The post Alipurduar | মনোরোগী ছিলেন পূজার মা-ও appeared first on Uttarbanga Sambad .
Mamata Banerjee-Suvendu Adhikari: রাজ্যের অর্থনৈতিক অব্যবস্থাপনা ও কেন্দ্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে ফের তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ করা অর্থ অন্য খাতে সরিয়ে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। শুভেন্দু অধিকারীর বক্তব্য, “বিপর্যয় মোকাবিলার টাকা অন্য খাতে সরাতে দেব না। অনেক রাজ্য প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। অন্য হাতে অর্থ সরানো অপরাধ। তৃণমূল সরকার রাজ্যকে কার্যত দেউলিয়া করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন। প্রয়োজনে রাজ্যপালকে জানাবো, জনস্বার্থ মামলা দায়ের করা হবে।” আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR-এর মাঝে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, ধুন্ধুমার সিউরি, কাজল-কেষ্ট সংঘাতে তুলকালাম তিনি আরও অভিযোগ করেন, গত পাঁচ বছরে কেন্দ্র বিপর্যয় মোকাবিলার জন্য ৫৯৬০ কোটি টাকা দিয়েছে, যার মধ্যে ১৩৪ কোটি টাকা অন্য খাতে খরচ করা হয়েছে। শুভেন্দুর দাবি, এই অর্থ পঞ্চায়েত দফতরে ট্রান্সফার করা যায় না, কারণ তা দুর্গত এলাকায় ব্যয় করার জন্য বরাদ্দ। আরও পড়ুন- same-sex marriage: “বাংলাই পথ দেখায়”, রিয়া ও রাখির বিয়েতে বার্তা অভিষেকের “কেন্দ্রের টাকা ভোটের আগে বাংলার বাড়ি প্রকল্পে বা অন্য কর্মসূচিতে খরচ করা হচ্ছে। আবাস প্রকল্পে ১০ থেকে ২০ হাজার টাকা তৃণমূল নেতাদের ঘুষ হিসেবে দিতে হয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য অর্থনৈতিক দুর্নীতির পথে এগোচ্ছে,” — অভিযোগ শুভেন্দুর। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় SIR আতঙ্কে আত্মহত্যার ঘটনাকে নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। শুভেন্দুর আশঙ্কা, এই ঘটনাগুলি নিয়ে বিধানসভায় শোক প্রস্তাব আনতে পারে তৃণমূল সরকার। আরও পড়ুন- Suvendu Adhikari: “২০১১-তে ভুল করেছিলাম, এবার আমরাই আনব আসল পরিবর্তন”, শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে চর্চা! “SIR-এর কারণে আত্মহত্যা লেখা হলে বিধানসভায় প্রতিবাদ হবে। আত্মহত্যার ঘটনায় শোক প্রস্তাব আনা যায় না। তৃণমূল সরকার এটা করতেই পারে,” — বলেন শুভেন্দু অধিকারী। শেষে ময়না এলাকায় ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পেলে বিক্ষোভ হবে’ বলে সতর্কবার্তা দেন শুভেন্দু। তাঁর দাবি, সরকারি অর্থ দলের বা ব্যক্তির সম্পত্তি নয়, জনগণের টাকাই জনগণের কাজে ব্যয় হওয়া উচিত।
Smartphone Hack: লোপাট হতে পারে আপনার ফোনের গোপন তথ্য, আগে করুন এই সব কাজ!
Smartphone Android Operating System: অ্যাডভাইসরি জারি করে সিইআরটি জানিয়েছে হয়তও সুরক্ষিত নয় আপনার স্মার্টফোনও। জানা গিয়েছে, বেশিরভাগ আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেটেই রয়েছে দুর্বলতা। অর্থাৎ, বেশিরভাগ স্মার্টফোনেই হতে পারে এমন গোলমাল।
CM Mamata Banerjee |শিলিগুড়িতে রিচার নামে ক্রিকেট স্টেডিয়াম, ঘোষণা মমতার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ি (Siliguri)-তে প্রথম বাঙালি বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) নামে ক্রিকেট স্টেডিয়াম করা হবে। সোমবার উত্তরবঙ্গ সফরে এসে উত্তরকন্যা থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চাঁদমনিতে ২৭ একর জমিতে এই স্টেডিয়াম হবে বলে জানানো হয়েছে। শনিবার কলকাতায় ইডেন গার্ডেনে রিচা ঘোষকে সম্মানিত করে সিএবি ও রাজ্য […] The post CM Mamata Banerjee | শিলিগুড়িতে রিচার নামে ক্রিকেট স্টেডিয়াম, ঘোষণা মমতার appeared first on Uttarbanga Sambad .
কেন্দ্রীয় প্রকল্পে ব্যাপক অনিয়ম, লাইসেন্স বাতিল ১৭৮ ট্রেনিং সেন্টারের, শীর্ষে উত্তরপ্রদেশ
দুর্নীতিতে শীর্ষে থাকা প্রথম ৪ রাজ্যি বিজেপি শাসিত।
Suvendu Adhikari Big Allegation: কত টাকা 'অবৈধ' ভাবে হস্তান্তর হয়েছে? শুভেন্দুর কথায়, 'এই হস্তান্তরিত ১ হাজার ৩৪৭ কোটি টাকা বন্যাকবলিত দুর্গতদের জন্য। তারপরেও এই টাকা কীভাবে ট্রান্সফার করা হচ্ছে? এটা সম্পূর্ণ অবৈধ। ভোটের আগে এই টাকা দিয়ে বাংলার বাড়ি কর্মসূচিতে বিতরণ করতে চাইছে রাজ্য সরকার।'
২০০২ সালের তালিকায় নাম নেই, আতঙ্কে দিন কাটছে নদিয়ার চর জাজিরার হাজার মানুষের
কল্যাণীর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান সকলে।
সুপ্রিম নির্দেশেও ১০০ দিনের বকেয়া দেয়নি কেন্দ্র! বঞ্চনার অভিযোগে ফের সুর চড়ালেন মমতা
বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে, তোপ প্রশাসনিক প্রধানের।
Kalimpong |সামাবিয়ংয়ে চেরি ব্লসম
অনুপ সাহা, ওদলাবাড়ি: বসন্তের এখনও দেরি, তবে নভেম্বর তো এসে গিয়েছে। আর তাতেই গোলাপি, লাল আর সাদা ফুলে সাজতে শুরু করেছে কালিম্পং (Kalimpong) জেলার পাহাড়ি গ্রাম সামাবিয়ং (Samabeong)। আবহাওয়ার বিরূপতায় দিন কয়েক দেরিতে হলেও, ফের একবার রঙিন চেরি ফুলের ডালি সাজিয়েছে ঝান্ডি থেকে লাভা যাওয়ার পথে সামাবিয়ং টি এস্টেট। নভেম্বরের প্রথম সপ্তাহে চেরি ফুল ফোটার […] The post Kalimpong | সামাবিয়ংয়ে চেরি ব্লসম appeared first on Uttarbanga Sambad .
Walking Benefits: হাঁটা না দৌড়নো, শরীরের জন্য কোনটা বেশি ভালো, কী বলছে গবেষণা?
Walking Benefits: অনেকেই মনে করেন দিনে কয়েকবার অল্প করে হাঁটলে শরীরচর্চা সম্পূর্ণ হয়। আবার কারও মতে নিয়মিত দৌড়লে শরীর থাকে সুস্থ। এনিয়ে বিতর্ক নতুন নয়, দীর্ঘদিনের। অতীতে এই ব্যাপারে প্রচুর গবেষণা হয়েছে। সম্প্রতিও গবেষণা হয়েছে এনিয়ে। তাতে উঠে এসেছে আসল সত্যিটা। হাঁটা না দৌড়, কোনটা উপকারী? গবেষণায় ধরা পড়েছে, একটানা অন্তত ১৫ মিনিট হাঁটা শরীরের জন্য অনেক বেশি উপকারী। এমনটাই দাবি করেছে অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন (Annals of Internal Medicine) পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্ট। এই রিপোর্টটি প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ মাদ্রিদের গবেষক বোর্জা দেল পোজো ক্রুজ ও তাঁর নেতৃত্বাধীন দল। তাঁরা ৩৪,০০০ জনের হাঁটার অভ্যাসের ওপর সমীক্ষা করেছেন। আরও পড়ুন- বিধবারাই জন্ম দিয়েছিলেন একের পর এক সুস্বাদু পদ, বাঙালি পেয়েছে অনন্য স্বাদের নিরামিষ রান্না! গবেষকরা লক্ষ্য করেছেন, যাঁরা প্রতিদিন ৫,০০০ থেকে ৮,০০০ স্টেপ হাঁটেন, তাঁদের মধ্যে যাঁরা একটানা ১৫ মিনিট বা তার বেশি সময় ধরে নিয়মিত হাঁটেন, তাঁদের মৃত্যু এবং হৃদরোগের ঝুঁকি ৮০% থেকে ৭০% কমে যায়। বিশেষজ্ঞদের মতে, হৃদস্পন্দনের নিয়ন্ত্রণ, রক্তসঞ্চালন, শ্বাসক্রিয়া ঠিকমত হতে সময় লাগে। আরও পড়ুন- খুব চুল পড়ছে? দূর করুন এই ৫ ভিটামিনের সমস্যা, চুল হবে ঘনকালো ও মসৃণ! ছোট স্টেপে হাঁটা শুরু করার আগে শরীর সেসব প্রক্রিয়ায় বা কায়দায় পুরোপুরি অভ্যস্ত হতে পারে না। গবেষক দলের সদস্য ড. রবার্ট গার্সটজেন এই প্রসঙ্গে বলেছেন, 'শরীরকে সক্রিয় করতে সময় লাগে। তাই বেশিক্ষণ হাঁটায় হৃদপিণ্ডের উপকার হয়।' আরও পড়ুন- শীতের সকালে লোটে আর কাচকির একঘেয়েমি কাটাতে, ঝাল পেঁয়াজ-রসুনে করুন বাজিমাত! তবে কি অল্প হাঁটায় কোনও লাভ নেই? না, তেমনটা কিন্তু না। গবেষকরা স্পষ্ট জানিয়েছেন, অল্প হাঁটাও ভালো। কিন্তু, সুযোগ থাকলে দিনে অন্তত একবার দীর্ঘসময় ধরে হাঁটা উচিত (Short walks don’t fail, but longer ones work better)। দৈনন্দিন জীবনে কীভাবে হাঁটার পরিমাণ বাড়াবেন, সেটাও একটা বড় ব্যাপার। আরও পড়ুন- এই দুটি নির্দিষ্ট যোগব্যায়ামে বাড়ে আয়ু! কেন বলা হচ্ছে এমন কথা? সেই ব্যাপারে গবেষকরা জানিয়েছেন, দৈনিক হাঁটার পরিমাণ বাড়াতে অফিস বা বাড়ির বাসস্টপের একস্টেপ আগে বাস থেকে নেমে পড়া উচিত। দুপুরে ১৫ থেকে ২০ মিনিট হাঁটার অভ্যাস করা উচিত। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় হাঁটার অভ্যাস করা উচিত। পার্কে বা ছাদে প্রতিদিন নির্দিষ্ট সময়ে হাঁটা উচিত। এইভাবেই শরীর একটানা হাঁটায় অভ্যস্ত হয়ে যাবে বলে গবেষকরা জানিয়েছেন। আরও পড়ুন- রাষ্ট্রগুরু, ভারতীয় জাতীয়তাবাদের প্রথম আলোকবর্তিকা, জানুন তাঁর অজানা কথা তাঁদের মতে, দীর্ঘ সময় হাঁটলে শুধু শরীর নয়, মনও শান্ত হয়। গবেষণায় দেখা গেছে, একটানা হাঁটা মানসিক চাপ কমায়। এতে ঘুম ভালো হয় এবং মনোযোগ বাড়ে। গবেষকরা জানিয়েছেন, দিনে যত স্টেপই হাঁটুন, অন্তত ১৫-২০ মিনিট একটানা হাঁটা উচিত। একটানা হাঁটা হৃদপিণ্ডের জন্য ভালো। হাঁটা বয়সজনিত ঝুঁকি কমায় এবং সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এই সব কারণেই গবেষকরা পরামর্শ দিয়েছেন, কাজের বিরতিতে ছোট পদক্ষেপে হাঁটুন। তবে, সুস্থতার জন্য দীর্ঘপথ হাঁটাই উচিত।
আপনি কি আপনার সেভিংস অ্যাকাউন্টে ৩ গুণ বেশি সুদ চান? এই ছোট্ট কাজটি অবিলম্বে করুন
আপনি কি আপনার সেভিংস অ্যাকাউন্টে তিনগুণ বেশি সুদ পেতে চান? সামান্য সচেতনতা অবলম্বন করলেই তা সম্ভব। অনেকেই তাদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রাখেন, কিন্তু ব্যাংকের বিভিন্ন পরিষেবা সম্পর্কে সঠিক ধারণা না থাকায় সেই অর্থ থেকে অতিরিক্ত উপার্জনের সুযোগ পান না। এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হল অটো সুইপ সার্ভিস (Auto Sweep Service)। সাধারণত, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে ব্যাংক ২.৫% থেকে ৩% পর্যন্ত সুদ দেয়। কিন্তু যদি আপনি অটো সুইপ সার্ভিস চালু করেন, তাহলে একই টাকার উপর ৭% থেকে ৮% পর্যন্ত সুদ আয় করা সম্ভব — যা প্রায় তিনগুণ বেশি। অটো সুইপ সার্ভিস মূলত এমন একটি সুবিধা, যেখানে আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে একটি স্থায়ী আমানত (Fixed Deposit) স্বয়ংক্রিয়ভাবে লিঙ্ক করা থাকে। আপনি যখন নির্দিষ্ট একটি সীমার বেশি টাকা অ্যাকাউন্টে রাখেন, সেই অতিরিক্ত অর্থ স্বয়ংক্রিয়ভাবে FD তে স্থানান্তরিত হয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি আপনি আপনার ব্যাংকে অটো সুইপ সীমা ৫০,০০০ টাকা নির্ধারণ করেন এবং আপনার অ্যাকাউন্টে ৮০,০০০ টাকা থাকে, তাহলে ৩০,০০০ টাকার অংশ স্বয়ংক্রিয়ভাবে FD তে রূপান্তরিত হবে। ফলে আপনি বাড়তি সুদ পাবেন, অথচ প্রয়োজনে সেই টাকা আবার তুলে নেওয়াও সম্ভব। এই পরিষেবার সবচেয়ে বড় সুবিধা হলো—আপনাকে আলাদা করে FD খুলতে হবে না, বা ব্যাংকে যেতে হবে না। সব কিছু স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করা যায়। প্রয়োজনে FD ভেঙে সেই অর্থ অ্যাকাউন্টে ফেরত নেওয়া যায়। কীভাবে শুরু করবেন? অফলাইনে এই পরিষেবা শুরু করতে আপনার ব্যাংক শাখায় গিয়ে অটো সুইপ অ্যাক্টিভ করার অনুরোধ করতে পারেন। আবার, অনলাইনেও এটি করা যায়—ব্যাংকের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগইন করে “Fixed Deposit” বা “More” অপশনে গেলে “Auto Sweep Facility” অপশনটি পাওয়া যায়। সেখানে সীমা নির্ধারণ করে “Submit” ক্লিক করলেই পরিষেবাটি সক্রিয় হয়ে যাবে। আরও পড়ুন- আদানি-আম্বানি নয়, এই ব্যাক্তি দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের মালিক, দাম জানলে চমকে যাবেন youtube ভিডিওতে 1Kভিউ! আয়ের পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড, ডেড লাইন বেঁধে বড় নির্দেশ সরকারের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনে ধামাকা অফার, পান ৪১,০০০-এর বিরাট ছাড় সপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনার দর, জানেন আজ কলকাতায় কতটা কমল হলুদ ধাতুর দর? ৫ বছরে ৩০,০০০ টাকা বিদ্যুৎ সাশ্রয়! হ্যাভেলসের এই অত্যাধুনিক প্রযুক্তির গিজারে ২৫% দ্রুত গরম হবে জল
বেঙ্গালুরুর বিমানবন্দরে প্রকাশ্যে নামাজ, সিদ্দারামাইয়ার উপর ক্ষুব্ধ বিজেপি
ঘটনার ভিডিও ভাইরাল হতেই সরগরম কর্নাটক।
Bolla Kalipuja |ধর্মের ভেদ ভুলে বোল্লায়
পঙ্কজ মহন্ত, বালুরঘাট: ধূপধুনোর গন্ধে আর বাজনার তালে মেতে উঠেছে বালুরঘাটের (Balurghat) বোল্লা গ্রাম। কালীপুজো মানে এখানে শুধু ধর্মীয় উৎসব নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনও বটে। পুজোর চারদিন গোটা গ্রাম পরিণত হয় হিন্দু-মুসলিম মিলনের এক উৎসবমুখর মেলায়। বোল্লাকালীপুজো (Bolla Kalipuja) ও তাকে ঘিরে মেলা মহামিলনক্ষেত্র হয়ে ওঠে পুজোর ক’দিন। বোল্লা গ্রামে মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস […] The post Bolla Kalipuja | ধর্মের ভেদ ভুলে বোল্লায় appeared first on Uttarbanga Sambad .
Old Malda |পুরাতন মালদয় ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত ২
পুরাতন মালদা: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ট্রাকচালক ও খালাসির। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার বাইপাস সংলগ্ন ছোটসুজাপুর এলাকায় (Old Malda)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে ফরাক্কা থেকে গাজোলের দিকে যাচ্ছিল ট্রাকটি। তখনই বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা […] The post Old Malda | পুরাতন মালদয় ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত ২ appeared first on Uttarbanga Sambad .
‘আমি যে যন্ত্রণা দিয়ে গিয়েছি…’, কাদের কাছে বিশ্বস্ত ঠিকানা রিয়া?
রিয়ার জীবনে হলুমান চল্লিসা বড় ভূমিকা পালন করে। তিনি বলেন, “আমি ২০২০ সাল থেকে হনুমান চালিসা পড়া শুরু করি, আর এখন দিনে এক বা দুইবার অন্তত সাতবার করে একটানা পাঠ করি। এটা আমার জন্য ধ্যানের মতো কাজ করে।” রিয়া আরও বলেন...
আবেদন ১০ দিনে খতিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রকের, স্বস্তিতে CAA আবেদনকারীরা
স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা মামলায় স্বস্তিতে সিএএ আবেদনকারীরা।
Kalimpong |রিপলিংয়ে আকর্ষণ বাড়ছে পেমলিংয়ে
তমালিকা দে, শিলিগুড়ি: উত্তরবঙ্গের প্রথম রিপলিং হিসেবে জনপ্রিয় হচ্ছে পেমলিং। রিপলিংয়ের জন্য এখন অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রিয় মানুষজন ভিড় জমাচ্ছেন কালিম্পংয়ের (Kalimpong) পেমলিং ওয়াটার ফলসে। একটি ঝরনাধারা বা ওয়াটার ফলস কীভাবে একটি জায়গার অর্থনীতিকে বদলে দিতে পারে, তার প্রমাণও রাখছে পাহাড়ি জনপদটি। দিন-দিন ভিড় বাড়তে থাকায় নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন […] The post Kalimpong | রিপলিংয়ে আকর্ষণ বাড়ছে পেমলিংয়ে appeared first on Uttarbanga Sambad .
মুখ্যমন্ত্রীর সাফল্যের মুকুটে আরও এক পালক! এবার জাপান থেকে ডি’লিট পাচ্ছেন মমতা
সূত্রের খবর, চলতি সপ্তাহে কলকাতায় আসছেন জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
Ministry of Defence, India: এতদিন ভারতের প্রতিরক্ষা শিল্প ছিল অনেকটা উৎপাদনের উপর নির্ভরশীল। তবে, বর্তমানে কেন্দ্র নিজেদের রণনীতি বদল করেছে। লক্ষ্য একটাই, গবেষণা ও উন্নতির মাধ্যমে এমন প্রযুক্তি তোইরি করা যা ভারতকে আত্মনির্ভর করবে। এ ছাড়াও সেই প্রযুক্তি যেন ভারত রফতানিও করতে পারে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরকন্যায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই পাঁচ জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে শিলিগুড়ি (Siliguri)-র উদ্দেশে রওনা হয়ে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) নামার পর মুখ্যমন্ত্রী সরাসরি উত্তরবঙ্গ সচিবালয় […] The post CM Mamata Banerjee | উত্তরকন্যায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী, SIR আবহে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের appeared first on Uttarbanga Sambad .
৮০ কিমি গতিতে ছুটছে বাস, স্টিয়ারিং ছেড়ে চালক মজে ‘বিগ বস’-এ! তারপর…
এই ঘটনার ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।
‘আজকের প্রজন্ম জামাকাপড়েরও আগে সঙ্গী বদলায়’, টুইঙ্কলের মন্তব্যে জোর বিতর্ক
অভিনেত্রীর মন্তব্য নিয়ে চলছে জোর কাটাছেঁড়া।
‘আমি আইনি লড়াইয়ে নেই’, ফেডারেশন প্রসঙ্গে মত পরমব্রতর, এড়ালেন ‘সতীর্থ’অনির্বাণের প্রসঙ্গও
ফেডারেশনের সঙ্গে 'মতবিরোধে'র আবহে চলচ্চিত্র উৎসবে সঞ্চালনা, কী বললেন পরমব্রত?
মন ভালো রাখতে হাতিয়ার ছাদবাগান
অভিজিৎ পাল ডিপ্রেশন বা মনখারাপ আজকাল অনেকেরই নিত্যসঙ্গী। তবে তা কাটানোর সহজ উপায়ও কিন্তু আছে, হাতের নাগালেই। ‘রুফটপ গার্ডেন’ বা ‘ছাদবাগান’। নগরায়ণ বাড়ছে, পাশাপাশি জমির আকালও। আগে প্রত্যেক বাড়িতে বড় উঠোন, ফুলের বাগান থাকত, কিছু সবজির চাষবাসও হত। সেসব বর্তমানে উধাও। বিশেষত শহর এলাকায় তা বটেই। স্বস্তির বিষয় বলতে, শহর এলাকায় অনেক বাড়িতেই আজকাল ছাদবাগানের […] The post মন ভালো রাখতে হাতিয়ার ছাদবাগান appeared first on Uttarbanga Sambad .
SIR: মৃত BLO-র পরিবারের সঙ্গে এখনও প্রশাসন যোগাযোগ করেনি বলে অভিযোগ
SIR: ঘটনার পর এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা প্রশাসনের তরফ থেকে কেউই পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি বলে অভিযোগ। ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিবারের সঙ্গে প্রসাশনিকস্তরে কেউ যোগাযোগ করেনি বলে অভিযোগ মৃতার স্বামী মাধব হাঁসদার।
Calcutta High Court: পশ্চিমবঙ্গের CAA আবেদনকারীদের জন্য বড় স্বস্তি, মাত্র ১০ দিনেই মিলবে সমাধান
CAA-SIR in Bengal: সিএএ অনুসারে যাঁরা নাগরিকত্বের আবেদন করেছেন, তাঁদের সেই আবেদন যাতে এসআইআর-এ গণ্য করা হয়, সেই আবেদন জানানো হয়েছিল এক এনজিও-র তরফে। আজ, সোমবার ছিল সেই মামলার শুনানি। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ছিল শুনানি।
লিভারের জটিল অসুখের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান, মাত্র ৪৪-এ থামল পথচলা! প্রয়াত ধনুশের সহ অভিনেতা
Tamil Actor Abhinay Passes Away: বিনোদন জগৎ-এ যেন কালো মেঘের ঘনঘটা। একের পর এক মৃত্যুসংবাদ। সুপারহিট দক্ষিণী মুভি KGF খ্যাত অভিনেতা হরিশ রাই মাত্র ৫৫ বছরে ক্যানসারের কাছে হেরে গিয়েছেন। কন্নড় অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ সিনেদুনিয়া। সেই শোক কাটিয়ে ওঠার আগেই ফের দুঃসংবাদ। প্রয়াত তামিল অভিনেতা অভিনয়। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। ১০ নভেম্বর, সোমবার ৪৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন অভিনয়। গত কয়েক বছর লিভারের জটিল অসুখে ভুগছিলেন। চিকিৎসার খরচ মেটানোর জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান। বর্তমানে তাঁর দেহ রাখা হয়েছে চেন্নাইয়ের বাড়িতে। অভিনয়ের পরিবারে কেউ নেই যিনি তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে পারেন। তাই নাদিগার সঙ্গমের প্রতিনিধিদের পরিস্থিতি মূল্যায়ন করে শেষকৃত্যের ব্যবস্থা করতে বলা হয়েছে। সম্প্রতি অভিনেতা নিজেই জানিয়েছিলেন তাঁর শারীরিক অবস্থা গুরুতর এবং চিকিৎসকরা তাঁকে পূর্বাভাস দিয়েছিলেন। অভিনয়ের এক ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল। অভিনয় বলেছিলেন, 'আমি জানি না আমি আর কতদিন বাঁচব' এবং এটাও বলেন চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন তিনি হয়তো আর এক বছর ছয় মাসের বেশি বাঁচবেন না। আরও পড়ুন ক্যানসার কেড়ে নিল প্রাণ, জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন KGF খ্যাত অভিনেতা অভিনয় তাঁর কর্মজীবন শুরু করেন ‘থুল্লুভাধো ইলাইমাই’ সিনেমায় ধনুশের সঙ্গে অভিনয় করে। দুজনের ক্ষেত্রেই এটি ছিল প্রথম ছবি। অভিনয়ের ঝুলিতে রযেছে ১৫টিরও বেশি তামিল, তেলুগু ও কন্নড় চলচ্চিত্র। সেই সঙ্গে বিজ্ঞাপনেও কাজ করেছেন। ভয়েস ডাবিংয়েও ছিলেন সমান পারদর্শী। ২০১২ সালের তামিল চলচ্চিত্র ‘থুপাক্কি’–তে বিদ্যুৎ জামালের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। বয়স অল্প হলেও চলচ্চিত্র দুনিয়ায় উল্লেখযোগ্য অবদান রেখে গিয়েছেন। শারীরিক অবস্থা অবনতি ঘটার আগে পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে লাগাতার কাজ করে গিয়েছেন অভিনয়। আরও পড়ুন ৩০ পেরিয়েই নিভল জীবন প্রদীপ, ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার চিকিৎসার ব্যয় বহনের জন্য অভিনয় চলচ্চিত্র জগতের সহকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েছিলেন। কমেডিয়ান কেপিওয়াই বালা আর্থিক সাহায্যও করেন। অভিনয়ের ভিডিও ভাউরাল হতেই অনেক শিল্পী এগিয়ে আসেন।অভিনয়ের প্রথম সিনেমার সহ-অভিনেতা ধনুশও নাকি চিকিৎসার জন্য সাহায্য করেন। তিনি প্রায় ৫ লাখ টাকা অনুদান দেন আর কেপিওয়াই বালা অতিরিক্ত ১ লক্ষ টাকা দিয়েছেন বলেই খবর। কয়েক সপ্তাহ আগে চেন্নাইয়ে এক চলচ্চিত্রের সাংবাদিক সম্মেলনে শেষবারের মতো প্রকাশ্যে তাঁকে দেখা গিয়েছিল। আরও পড়ুন 'আমার কাছে বাবা রক্তের সম্পর্কের কেউ হয়েই ফিরে আসবে', ঈশ্বরের প্রতি আস্থা পিতৃহারা সুদীপ্তার
Nadia: ৩০ বছর আগে বাংলাদেশ থেকে এসেছিলেন, এনুমারেশন ফর্ম পাওয়ার পরই ‘আতঙ্কে’ মৃত্যু
Nadia: মৃতের স্ত্রী বলেন, তিরিশ বছরের বেশি সময় হয়ে গিয়েছে, আমরা এখানে এসেছি। ওর ভোটার আধার কার্ডও ছিল। কিন্তু যখন থেকে এনুমারেশন ফর্ম দিয়ে যায়, তখন থেকে চিন্তা শুরু করে। আমি কিছু বলতে গেলেই বলে, বেশি আমার কানের সামনে বক বক করো না তো।
প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টিএন শেষণের জমানায় কোনও ক্ষেত্রেই পান থেকে চুন খসার জো ছিল না। এখনকার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর জমানায় নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যথেচ্ছাচারের গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠছে। এই সমস্যা বেশি করে আসছে বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীকে (এসআরআই) কেন্দ্র করে। এক সপ্তাহেরও বেশি হয়ে গেল রাজ্যে বাড়ি […] The post নিয়মভঙ্গের খেলা appeared first on Uttarbanga Sambad .
Balurghat Municipality |দেড় বছর ধরে ফাঁকা ভাইস চেয়ারম্যান পদ, পুর পরিষেবায় প্রশ্ন বালুরঘাটে
সুবীর মহন্ত, বালুরঘাট: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রশাসনিক স্তরেও রদবদল ঘটাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল। লোকসভা নির্বাচন এবং পরবর্তী সময়ের পারফরমেন্সের নিরিখে মুখ বদল, শোনা যাচ্ছে তৃণমূল শিবির থেকে। কিন্তু বালুরঘাট পুরসভায় তার আঁচ লাগেনি এখনও। তাৎপর্যপূর্ণভাবে দেড় বছর ধরে প্রায় ফাঁকা, ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি এই রদবদল প্রক্রিয়ায়। কেন পদটি মাসের […] The post Balurghat Municipality | দেড় বছর ধরে ফাঁকা ভাইস চেয়ারম্যান পদ, পুর পরিষেবায় প্রশ্ন বালুরঘাটে appeared first on Uttarbanga Sambad .
Malda: ১৫ লক্ষ কাটমানি না দেওয়ায় বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলা, ভাঙা হল সিসিটিভিও
Malda: ইতিমধ্যেই বিজেপির বুথ সভাপতি মালদা থানায় কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পরের দিন থেকেই বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।
Suri: বাঁশ-লাঠি-লোহার রড নিয়ে কেষ্ট-কাজল অনুগামীদের সংঘর্ষ, চলল ইটবৃষ্টি, তপ্ত সিউড়ি
Suri: উত্তপ্ত সিউড়ির ২ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম। এখনও পর্যন্ত এই ঘটনা চার জনকে আটক করা হয়েছে। ওই গ্রামের এক পক্ষ অনুব্রত মণ্ডলের অনুগামী, আরেক পক্ষ কাজল শেখের অনুগামী। তাঁদের মধ্যে একাধিক ইস্যুতে এর আগেও ঝামেলা হয়েছে। সোমবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
Fake document |রতুয়ায় জাল নথির কারবার, পুলিশের জালে দুই, নাম জড়াল তৃণমূলের
শেখ পান্না, রতুয়া: কম্পিউটার সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছিল জাল নথির চক্র। এসআইআর চালু হওয়ার পর সেই ব্যবসা আরও ফুলেফেঁপে ওঠে৷ তবে শেষরক্ষা হয়নি৷ গোপন সূত্রে খবর পেয়ে রতুয়া থানার চাঁদমণি-২ গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে হানা দিয়ে জাল নথি তৈরি চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। পুলিশের জালে ধরা পড়েছেন বছর চল্লিশের আবদুল খালেক ওরফে বুলেট ও […] The post Fake document | রতুয়ায় জাল নথির কারবার, পুলিশের জালে দুই, নাম জড়াল তৃণমূলের appeared first on Uttarbanga Sambad .
আদানি-আম্বানি নয়, এই ব্যাক্তি দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের মালিক, দাম জানলে চমকে যাবেন
বিশ্বজুড়ে অনেকেই তাদের গাড়ির জন্য সবচেয়ে দামি এবং অনন্য নম্বর প্লেট ব্যবহার করতে পছন্দ করেন। আম্বানি এবং আদানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে । তবে , এই দুই ব্যক্তি সবচেয়ে দামি নম্বর প্লেটের মালিকের তালিকায় নেই। আসুন জেনে নেওয়া যাক ভারতের সবচেয়ে দামি নম্বর প্লেটের মালিক কে ? দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেট কার রয়েছে? এই প্রশ্নের উত্তরে প্রথমেই যে দুটি নাম মাথায় ঘুরপাক খাবে সেই দুটি নাম হল আদানি, আম্বানি। কিন্তু জানলে অবাক হবেন ভারতের সবচেয়ে দামি নম্বর প্লেটের মালিক কোনও কর্পোরেট জায়ান্ট নন, বরং কেরলের এক প্রযুক্তি সংস্থার সিইও – ভেনু গোপালকৃষ্ণন। ভেনু গোপালকৃষ্ণন তাঁর বিলাসবহুল ল্যাম্বরগিনি উরুস গাড়ির জন্য KL 07 DG 0007 নম্বর প্লেট কিনেছেন, যার দাম প্রায় ৪৭ লক্ষ টাকা। এই নম্বর প্লেটটি বর্তমানে দেশের সবচেয়ে দামি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর। গোপালকৃষ্ণন বিলাসবহুল গাড়ির প্রতি প্রবল অনুরাগী, এবং তাঁর সংগ্রহে একাধিক প্রিমিয়াম গাড়িও রয়েছে। সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালিক আশিক প্যাটেল, যিনি আহমেদাবাদের একজন পরিবহন ব্যবসায়ী। তাঁর টয়োটা ফরচুনার গাড়ির নম্বর ‘007’, যেটি কিনতে খরচ হয়েছে ৩৪ লক্ষ টাকা। এই নম্বরটি জেমস বন্ড চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত, যা তাঁর গাড়িটিকে আরও অনন্য করে তুলেছে। আশিক প্যাটেল দেশের অন্যতম ব্যয়বহুল নম্বর প্লেটের মালিক হিসেবে শিরোনাম কেড়েছেন। সাধারণ ব্যবসায়ী হয়েও তিনি এমন একটি বিশেষ নম্বরের জন্য বড় অঙ্কের টাকা খরচ করতে দ্বিধা করেননি, যা তাঁর গাড়িটিকে আলাদা পরিচয় দিয়েছে। আরও পড়ুন- youtube ভিডিওতে 1Kভিউ! আয়ের পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড, ডেড লাইন বেঁধে বড় নির্দেশ সরকারের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনে ধামাকা অফার, পান ৪১,০০০-এর বিরাট ছাড় সপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনার দর, জানেন আজ কলকাতায় কতটা কমল হলুদ ধাতুর দর? ৫ বছরে ৩০,০০০ টাকা বিদ্যুৎ সাশ্রয়! হ্যাভেলসের এই অত্যাধুনিক প্রযুক্তির গিজারে ২৫% দ্রুত গরম হবে জল
দেবাশিস দাশগুপ্ত অক্টোবর মাসটা পার হয়ে গেল। এক বছর আগে এমনই এক অক্টোবরের শেষের দিনগুলিতে আরজি কর মেডিকেলে এক চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য উত্তাল ছিল। সেই নির্যাতিতার কল্পিত নাম দেওয়া হল অভয়া। অভয়া খুনের ন্যায্য বিচারের দাবিতে সরকারি জুনিয়ার এবং সিনিয়ার চিকিৎসকদের আন্দোলনে তোলপাড় হয়েছিল বাংলা। বিপাকে পড়ে রাজ্য সরকার নরমে-গরমে আন্দোলন স্তিমিত […] The post ন্যায়বিচার থমকে হুমকির আড়ালে appeared first on Uttarbanga Sambad .
বোর্ডের উদাসীনতায় প্রথম বিশ্বকাপ খেলাই হয়নি মহিলা ক্রিকেটারদের: রাজু মুখোপাধ্যায়
পুরুষদের বিশ্বকাপের আগে শুরু হয় মহিলা বিশ্বকাপ।
অনুষ্ঠানের মাঝে চেয়ারে বসে ঘুম! ভিডিও ভাইরাল হতেই ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁর শুভানুধ্যায়ীরা।
Birbhum: বাঁশ-লাঠি-লোহার রড নিয়ে কেষ্ট-কাজল অনুগামীদের সংঘর্ষ, চলল ইটবৃষ্টি, তপ্ত সিউড়ি
Birbhum: ওই গ্রামের এক পক্ষ অনুব্রত মণ্ডলের অনুগামী, আরেক পক্ষ কাজল শেখের অনুগামী। তাঁদের মধ্যে একাধিক ইস্যুতে এর আগেও ঝামেলা হয়েছে। সোমবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জানা যাচ্ছে, গ্রামের রাস্তাতেই একে অপরের উদ্দেশে কটূক্তি করা নিয়ে সূত্রপাত।
‘সীতার গড়’কার হাতে? তিন নারীর ত্রিমুখী লড়াই দেখবে বিহার
'ঘরের মেয়ে'র বিরুদ্ধে লড়বেন আরজেডি প্রার্থী।
রাজ্যে বাড়ছে মদের দাম, নতুন বছরের আগে সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ
আগামী ১ ডিসেম্বর থেকেই বাড়ছে এই দাম।
Mamata Banerjee: ডি লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী, জাপান থেকে আসছেন প্রতিনিধিরা
Mamata Banerjee: ২০১৮ সালে মুখ্যমন্ত্রীকে ডি লিট দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী মমতার হাতে সেই সম্মান তুলে দিয়েছিলেন। সেই সম্মান প্রদান নিয়ে বিতর্ক হয়েছিল সেই সময়, মামলাও হয়েছিল কলকাতা হাইকোর্টে। এছাড়া ২০২৩-এ মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি লিট দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়।
একলাফে লিটার প্রতি ৪ টাকা মূল্যবৃদ্ধি! দেখে নিন ‘বাংলা ডেয়ারি’দুধের নয়া দাম
এখন ১ লিটার দুধ কিনতে কত টাকা খসাতে হবে?
স্বার্থপর আপসে দুর্নীতির জাল গভীরে
সুকল্যাণ ভট্টাচার্য দুর্নীতি, স্বজনপোষণ, ভ্রষ্টাচার ইত্যাদি শব্দগুলো এখন জীবনের চেনা ছকে অঙ্গীভূত হয়ে গিয়েছে। আগে আর্থিক দুর্নীতির সঙ্গে কেউ যুক্ত থাকলে পাড়া বা মহল্লায় বহুলচর্চিত বিষয় হয়ে দাঁড়াত। এখন এগুলো ধূসর অতীত। কোনও সরকারি আধিকারিক বা প্রভাবশালী কারও আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনায় সমাজে হেলদোল হয় না। কীরকম যেন গা-সওয়া হয়ে দাঁড়িয়েছে। আধুনিক সভ্যতার সূচনাকালে […] The post স্বার্থপর আপসে দুর্নীতির জাল গভীরে appeared first on Uttarbanga Sambad .
বাবা নরেন্দ্র হিরওয়ানির মতোই লেগ স্পিনার, কলকাতা ক্লাব ক্রিকেটের প্রথম ম্যাচেই চমক মিহিরের
জেসি মুখার্জি টি-টোয়েন্টি ট্রফিতে মিহিরের অভিষেক হল কালীঘাটের হয়ে।
Liquor |সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, রাজ্যে বাড়ছে মদের দাম
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর। রাজ্যে বাড়ছে মদের দাম। সূত্রের খরর, ইংরেজি নতুন বছরের আগেই পশ্চিমবঙ্গে সব ধরনের মদের দাম বাড়ছে। সম্প্রতি আবগারি দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে নতুন আবগারি শুল্ক কার্যকর হতে চলেছে। এর ফলে রাজ্যে বিয়ার বাদে দেশি ও বিদেশি – সমস্ত ধরনের মদের উপর […] The post Liquor | সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, রাজ্যে বাড়ছে মদের দাম appeared first on Uttarbanga Sambad .
Raiganj |তিনদিনের জ্বরে মৃত্যু নাবালিকার, কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ
বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: জ্বরে মৃত্যু হল এক নাবালিকার। গতকাল গভীর রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই নাবালিকার। রবিবার বিকেল পাঁচটা নাগাদ ওই নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই নাবালিকার নাম রঞ্জনা রায় (১৬), বাড়ি উত্তর দিনাজপুর জেলার […] The post Raiganj | তিনদিনের জ্বরে মৃত্যু নাবালিকার, কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের (UP) সমস্ত স্কুল-কলেজে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গাওয়া বাধ্যতামূলক করা হবে। সোমবার এমনটাই ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। জাতির প্রতি শ্রদ্ধা ও গর্বের অনুভূতি জাগাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। এদিন গোরক্ষপুরে একতা যাত্রা এবং বন্দে মাতরম গণগান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখানেই বক্তব্য রাখার […] The post Vande Mataram | উত্তরপ্রদেশের সমস্ত স্কুল-কলেজে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক! ঘোষণা যোগী আদিত্যনাথের appeared first on Uttarbanga Sambad .
কয়েকগুণ শক্তিশালী হল Indian Navy, সৌজন্যে ISRO-র নতুন Satellite, GSAT-7R
ISRO Satellite GSAT-7R, Indian Navy: এই উপগ্রহ সব সময় ভারতের ভূ-ভাগের ঠিক উপরে স্থির থাকবে। ভারত মহাসাগরীয় এলাকার বিশাল জলরাশিতে মোতায়েন থাকা নৌ-জাহাজ, সাবমেরিন, এবং বিমানগুলির মধ্যে সুরক্ষিত এবং রিয়েল-টাইম তথ্য, ভিডিয়ো ও ভয়েস যোগাযোগ স্থাপন করাই এর প্রধান কাজ।
Maruti First Electric Car:দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে বাজারে আসতে চলেছে মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ি ই-ভিটারা (Maruti e-Vitara)। কোম্পানি প্রথমে এই মডেলটি প্রদর্শন করেছিল ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপোতে। এখন ২০২৫ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। ডিজাইন ও আকার নতুন মারুতি ই-ভিটারার ডিজাইন আধুনিক এবং প্রিমিয়াম। গাড়িটির দৈর্ঘ্য ৪২৭৫ মিমি, প্রস্থ ১৮০০ মিমি, এবং হুইলবেস ২৭০০ মিমি। ইতিমধ্যেই গুজরাটের হনসলপুর প্ল্যান্টে এই গাড়ির উৎপাদন শুরু হয়েছে, যেখান থেকে মারুতি বিশ্বের বিভিন্ন দেশে গাড়ি রপ্তানি করে। ই-ভিটারার ক্ষেত্রেও কোম্পানির লক্ষ্য ১০০টিরও বেশি দেশে রপ্তানি করা। ব্যাটারি ও রেঞ্জ ই-ভিটারা ভারতে দুটি ব্যাটারি প্যাক বিকল্পে লঞ্চ হতে চলেছে – ৪৯ kWh এবং ৬১ kWh। বড় ব্যাটারি প্যাক ভ্যারিয়েন্টটি প্রায় ৫০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে আশা করা হচ্ছে, যা এটিকে তার সেগমেন্টে অন্যতম দীর্ঘ রেঞ্জের ইলেকট্রিক SUV করে তুলবে। গাড়িটিতে থাকবে ফাস্ট চার্জিং টেকনোলজি, যা ব্যাটারিকে অল্প সময়ে ৮০% পর্যন্ত চার্জ করতে সক্ষম। কোম্পানির দাবি, এই SUV শহর ও হাইওয়ে—দু’ক্ষেত্রেই অসাধারণ পারফরম্যান্স দেবে। নতুন ই-ভিটারা থাকবে একাধিক প্রিমিয়াম ফিচার সহ—৭টি এয়ারব্যাগ, ADAS লেভেল-২ ড্রাইভার অ্যাসিস্ট সিস্টেম (যার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় ব্রেকিং, লেন-কিপ অ্যাসিস্ট ও অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল), বায়ুচলাচলযুক্ত ফ্রন্ট সিট, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি বৃহৎ টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। পাশাপাশি থাকবে কানেক্টেড কার টেকনোলজি ও ভয়েস কমান্ড সাপোর্ট। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করা হয়নি, ধারণা করা হচ্ছে মারুতি সুজুকি ই-ভিটারার দাম হবে ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকার (এক্স-শোরুম) এর মধ্যে। ই-ভিটারা প্রতিদ্বন্দ্বিতা করবে হুন্ডাই ক্রেটা ইভি, টাটা কার্ভ ইভি, মাহিন্দ্রা এক্সইউভি৪০০ প্রো এবং এমজি জেডএস ইভি-র মতো প্রিমিয়াম ইলেকট্রিক SUV-র সঙ্গে। আরও পড়ুন- youtube ভিডিওতে 1Kভিউ! আয়ের পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে তৈরি হতে চলেছে নয়া ইতিহাস! বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার দৌড়ে ইলন মাস্ক ১৬ জিবি র্যামের সঙ্গে পেয়ে যান ৮০০০ এমএএইচ পাওয়ারফুল ব্যাটারি, বাজার কাঁপাতে আসছে ওয়ানপ্লাস Ace 6 Pro Max ২ জিবি দৈনিক ডেটা প্ল্যান: জিও, এয়ারটেল না ভিআই — কোন কোম্পানির রিচার্জ প্ল্যান সবচেয়ে সস্তা?
VIDEO: বাড়ি যাবেন না BLO, মন্দিরে বসেই ফর্ম বিলি
SIR Controversy: হুগলির বলাগড়ের শ্রীপুর এলাকায় ১০৩ নম্বর ওয়ার্ডের বিএলও বাড়ি বাড়ি ফর্ম বিলি না করতে গিয়েে মন্দিরে বসে এই ফর্ম দিচ্ছিলেন। বিজেপির মন্ডল সভাপতির নজরে বিষয়টি আসতেই বিক্ষোভ দেখান। তৃণমূল ও বিজেপি কর্মীদের হাতাহাতিও হয়। বিজেপির অভিযোগ, তাদের আটকানোর জন্য পরিকল্পনা করে এই কাজ করা হচ্ছে।
কাছের মানুষ হারালেন অভিষেক, বচ্চন পরিবারে আচমকা দুঃখের খবর
মেক আপ আর্টিস্ট হলেও, অশোক ছিলেন বচ্চন পরিবারের যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন তিনি। প্রায় সাতাশ বছর ধরে অভিষেকের সঙ্গে ছিলেন। মেকআপ আর্টিস্টের পাশাপাশি অভিষেকের ছায়াসঙ্গীও হয়ে উঠেছিলেন অশোক সাওয়ান্ত। কাছের মানুষকে হারিয়ে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন অভিষেক।
বিতর্কের ভয়! কেন কোনওদিন বিরাটকে শো-এ আমন্ত্রণ জানানি করণ?
২০১৯ সালে হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুল করণ জোহরের শো-তে উপস্থিত হয়েছিলেন। সেই এপিসোডে তাঁদের কিছু মন্তব্যকে নারীবিদ্বেষী ও অশালীন বলে সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনা হয়। বিতর্কের জেরে দু’জনকেই সাময়িকভাবে দল থেকে বাদও দেওয়া হয়েছিল।
Sudipta Banerjee Father Death Anniversary: আজ থেকে ঠিক দু'বছর আগে, ১০ নভেম্বর বাবাকে হারিয়েছিলেন ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বক্সী (বন্দ্যোপাধ্যায়)। সেই বছর যখন আলোর উৎসবে যখন চারিদিক সেজে উঠেছিল, সকলের জীবনে লেগেছে নতুন রং তখন বেরঙিন হয়েছি সুদাপ্তার জীবন। ১০ নভেম্বর, ২০২৩ শুক্রবার রাতে পিতৃহারা হয়েছিলেন সুদীপ্তা। দেখতে দেখতে বাবাকে ছাড়া জীবনের দুটো বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী। সময় বয়ে গেলেও প্রিয় মানুষকে হারানোর ক্ষত কখনও শুকিয়ে যায় না। ১০ নভেম্বর, ২০২৫-এ বাবার জন্য মন কেমন আদুরে কন্যার। সোশ্যাল মিডিয়ায় মনের যন্ত্রণা যেন বাবার সঙ্গেই নিজের মতো করে ভাগ করে নিলেন সুদীপ্তা। View this post on Instagram A post shared by SUDIPTA BANERJEE (@sudiptaabakshi) ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সুদীপ্তা বললেন, 'বাবাকে নিয়ে কত কথা কত স্মৃতি। বাবার মতো সৎ মানুষ আমার দেখা আর কেউ নেই। অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। বাবা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। অনেক না পাওয়ার মধ্যে দিয়ে বড় হয়েছি। বাবার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনেরও একটা অংশ চলে গিয়েছে। ১০ নভেম্বর দিনটা আমাদের পরিবারের জন্য খুব কঠিন একটা সময়। শহরে আমার দাদা আছে। প্রতি সপ্তাহে আমি কালীঘাটে মাকে দর্শন করতে যাই। আজও আমি, দাদা সবাই যাব।' আরও পড়ুন 'মা এবার সিঁদুরের টিপ-লাল শাড়ি পড়েনি...', বাবা গত হয়েছেন ১ বছর আগে, জীবনের বড় সত্য দেখে হাত কাঁপছে সুদীপ্তার... আজও সুদীপ্তা বিশ্বাস করেন ঈশ্বর কোনও না কোনওভাবে বাবাকে তাঁর কাছে ফিরিয়ে দেবেন। সুদীপ্তার আশা, 'আমার কাছে বাবা রক্তের সম্পর্কের কেউ হয়েই ফিরে আসবে। আমি বাবার মতো একমাত্র তাকেই ভালবাসতে পারব।' মেয়েকে ভালবেসে মানি বলে ডাকতেন। পোস্টের শেষ পংক্তিতে তাই লিখেছেন, 'ইতি তোমার মানি'। কী ভাবে ডাকলে বাবার কাছে মেয়ের কণ্ঠস্বর পৌঁছাবে সেটা কিছুতেই বুঝতে পারছেন না। জীবনে আবার সেই ভয়ংকর দিনটা ফিরে আসতেই যন্ত্রণায় কাতর সুদীপ্তা। হৃদয়বিদারক পোস্টে লিখেছেন, 'ঠিক কিভাবে ডাকলে তুমি শুনতে পাবে…ঠিক কিভাবে চিৎকার করলে এই ডাক তোমার কাছে পৌঁছাবে, আমার তো জানা নেই বাবা! আজ আবার সেই ভয়ংকর দিনটা। কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল…এইদিন ছিল সব মায়া কাটিয়ে পুরোপুরিভাবে চলে যাওয়ার দিন।' আরও পড়ুন 'সিটি স্ক্যানের রিপোর্ট না আসলে...', জন্মাষ্টমীর আগে মারাত্মক দুর্ঘটনা! কেমন আছেন 'ফুলকি' দিব্যাণী? বাবার স্মৃতিতে ডুব দিয়ে সুদীপ্তার সংযোজন, 'মৃত্যু বরাবর আমায় বিচলিত করে আমায় অস্থির করে আমায় দূর্বল করে। সে এসে তোমায় নিয়ে হৈ হৈ করে চলে গেল। আমরা সবাই শুধু তোমার চলে যাওয়া দেখলাম। মৃত্যুর থেকে বড় সত্য আর কিছু নেই। অগত্যা বিদায় নিতেই হবে। কোনও ছাড় নেই। একটা সময়ের পর তুমি আমার বাবার থেকেও বেশি আমার সন্তান হয়ে উঠেছিলে সে কত দায়িত্ব। কিকের হাসিমুখটা দেখব। তোমাদের দুজনকে ভাল রাখব আমার মতো করে কত লড়াই! সব মিথ্যে করে তুমি রওনা দিলে আমাদের রেখে! ১০ই নভেম্বর, ২০২৩!' আরও পড়ুন 'অটিস্টিক' শব্দটাই উচ্চারণ করিনি, আর্টিস্টদেরও কিন্তু খারাপ ভাষায় অপমান করা যায় না: সুদীপ্তা সুদীপ্তার পরিবারের একটাই প্রার্থনা, 'আমাদের জীবদ্দশায় এই দিনটা যতবার ফিরে আসবে আমরা শুধু একটাই প্রার্থনা করে যাবতুমি ফিরে এসো। সবাই বলে যতক্ষণ আমাদের দেখা হচ্ছে। আমার শুধু মনে হয়, তোমার সাথে আমার দেখা হবেই, এই জীবনে। আমার ঈশ্বর তোমায় আমার কাছে ফিরিয়ে আনবে। তোমায় আসতেই হবে বাবা। ইতি তোমার মানি।'
Hooghly: ‘মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চেষ্টা’, BLO-কে জানিয়ে দেওয়ায় আক্রান্ত বিজেপি কর্মী
Hooghly: রবিবার রাস্তাতেই আক্রান্ত হন তপতি মালিক। মারধরে তিনি অচৈতন্য হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, তপতি মালিককে মারধরের ঘটনায় যুক্ত সকলেই তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত।
Bihar Election 2025: আমাদের অনুপ্রবেশকারীদের ভোটের প্রয়োজন নেই, আমরা লক্ষপতি দিদির ভোটে জিতব,দ্বিতীয় দফার ভোটের আগে রবিবার বিহারের সাসারামে এক নির্বাচনী জনসভা থেকে মহাজোটকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit shah)। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাজোট ও বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ করে কংগ্রেসের রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের ভোটার অধিকার যাত্রার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন যে তারা “অনুপ্রবেশকারীদের” ভোটব্যাঙ্কে পরিণত করার চেষ্টা করছেন। সভা থেকে তিনি বলেন, “আমরা অনুপ্রবেশকারীদের ভোট চাই না। আমরা সাসারামের যুবক ও লাখপতি দিদির ভোট নিয়ে জয়লাভ করতে এসেছি।” লালুকে নিশানা অমিত শাহ এদিন আরও বলেন,“প্রথম দফার নির্বাচনে লালু-র দল নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে যে বিহারে এনডিএ সরকার গঠন করবে। তবে সাসারামের মানুষ—মনেই রাখবেন, সামান্যতম ভুল হলে জঙ্গলরাজ ফিরে আসবে। লণ্ঠনধারীদের বিহারে প্রবেশ করতে দেবেন না, অন্যথায় অগ্রগতিশীল বিহার আবারও জঙ্গলরাজের দ্বারা বিধ্বস্ত হবে।” তিনি আরও কড়া ভাষায় ঘোষণা করেন, “কয়েকদিন আগে রাহুল ও তেজস্বী অনুপ্রবেশকারীদের রক্ষা করতে বেরিয়েছিলেন। অনুপ্রবেশকারীরা আমাদের যুবকদের চাকরি ছিনিয়ে নিচ্ছে, দরিদ্রদের রেশনের অংশ কেড়ে নিচ্ছে এবং দেশের নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে। আজ আমি সাসারামের মাটি থেকে বলছি—আমরা বিহার ও দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বহিষ্কার করব।” সমাবেশে অমিত শাহ জানান, এনডিএ একটি ঐক্যবদ্ধ মহাজোট হিসেবে লড়াই করছে। তিনি বলেন, “আপনারা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ভোট দিয়েছেন, বিহারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। আগামী পাঁচ বছরে আমরা বিহারকে উন্নত রাজ্যে পরিণত করতে কাজ করব। একটি মহাজোট এনডিএ-র বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু তারা একে অপরের বিরুদ্ধে বেশি লড়ছে; এনডিএ পঞ্চ পাণ্ডবের মতো ঐক্যবদ্ধ।” স্বরাষ্ট্রমন্ত্রী অপারেশন সিন্দুর ও সশস্ত্র অভিযানের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, “কেন্দ্রে সনিয়া-মনমোহনের শাসনকালে সন্ত্রাসবাদীরা অবাধে দেশে ঢুকে পড়ত এবং নির্মম কাণ্ড সংঘটিত করত; কিন্তু প্রধানমন্ত্রী মোদীর শাসনে পরিস্থিতি বদলেছে। উরি ও পুলওয়ামা ঘটনার পর আমরা সার্জিক্যাল স্ট্রাইক ও বিমান অভিযানের মাধ্যমে জবাব দিয়েছি। অপারেশন সিন্দুরের অধীনে পাকিস্তানে প্রবেশ করে ২২ দিনের মধ্যে সন্ত্রাসবাদীদের নির্মূল করা হয়েছে; ভবিষ্যতেও সন্ত্রাসবাদীরা গুলি করলে আমরা যোগ্য জবাব দেব।” কংগ্রেস ও আরজেডিকে কটাক্ষ তিনি করে বলেন, লালু-র বা সনিয়ার “কাউকে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বানানোর” কোনো সুযোগ নেই—নীতীশ কুমারই পাটনার মুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদীই দেশের প্রধানমন্ত্রী। তিনি যোগ করেন, মুখ্যমন্ত্রীর জন্য কোনও শূন্য পদ নেই, তাই অনর্থক প্রচেষ্টা করে সময় নষ্ট করবেন না।” আরও পড়ুন - সপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনার দর, জানেন আজ কলকাতায় কতটা কমল হলুদ ধাতুর দর? ২০০২ ভোটার তালিকায় নাম নেই? কীভাবে মিলবে সমাধান? কী কী নথি লাগবে? জানুন বিস্তারিত 'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়? ৭০০০ পুলিশ মোতায়েন, ভয় পেলেন ইউনূস? মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি! বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইস জেটের বিমান! জরুরি অবতরণ কলকাতায়
Malda: ব্রিজের নীচে পাইপের মধ্যে কাপড় জড়ানো অবস্থায় শিশুর দেহ উদ্ধার
Malda: পাইপের সঙ্গে সদ্যজাত শিশুর মৃতদেহ জড়ানো অবস্থায় ছিল। শিশুকে দেখতে ভিড় জমে যায়। ব্রিজে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ এবং। মৃত সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
Weather Update |বঙ্গে শীতের আমেজ, আরও নামছে তাপমাত্রার পারদ! কী বলছে ওয়েদার রিপোর্ট?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ অনুভূত হচ্ছে রাজ্যজুড়ে। কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। রোদ উঠলেও গরমের অস্বস্তি বিদায় নিয়েছে। আবহাওয়া (Weather Update) নিয়ে কী জানাল আবহাওয়া দপ্তর? হাওয়া অফিস জানিয়েছে, আপাতত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে থাকবে। সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে কোথাও কোথাও। উত্তর (North Bengal Weather Update) এবং দক্ষিণবঙ্গের (South Bengal […] The post Weather Update | বঙ্গে শীতের আমেজ, আরও নামছে তাপমাত্রার পারদ! কী বলছে ওয়েদার রিপোর্ট? appeared first on Uttarbanga Sambad .
SIR: বেছে বেছে তৃণমূল কর্মীদেরই নাম বাদ SIR-এ?
SIR: ভিআইপি বাজারের বাসিন্দা তৃণমূল কর্মী সুদেব পালের দাবি, ২০০২ সালের লিস্টে তাঁর নাম আছে। ২০২৪-এ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনের খসড়া তালিকাতেও নাম আছে, কিন্তু বিএলও যে লিস্ট নিয়ে এসেছিলেন, তাতে তাঁর নাম নেই।
এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি ভারত! টি-২০ বিশ্বকাপের আগে বলছেন গম্ভীর
আর কী বলেছেন টিম ইন্ডিয়ার হেডকোচ?
Apple Export |বাংলাদেশের পথে ভারতের আপেল, রপ্তানি শুরু হিলি সীমান্ত দিয়ে
বালুরঘাট: প্রায় ১০ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আপেল রপ্তানি শুরু করল ভারত। রবিবার প্রায় ৩০ টন আপেল নিয়ে একটি ট্রাক বাংলাদেশে গিয়েছে। কাশ্মীরি আপেল রপ্তানি শুরু হতেই খুশির হাওয়া ব্যবসায়ী মহলে। হিলি স্থলবন্দর দিয়ে আপেল নিলে, তার খরচ বেশি পড়ত বলে আমদানিতে তেমন আগ্রহ ছিল না বাংলাদেশি ব্যবসায়ীদের। তবে নতুন করে অনুমতি নিয়ে, […] The post Apple Export | বাংলাদেশের পথে ভারতের আপেল, রপ্তানি শুরু হিলি সীমান্ত দিয়ে appeared first on Uttarbanga Sambad .
২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না! ‘SIR আতঙ্কে’ নদিয়ায় মৃত্যু বৃদ্ধের
পরিবারের পাশে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
Aadhaar Card-এ ছোট্ট একটা ভুল, আর বন্ধ হয়ে যেতে পারে আপনার মাইনে বা পেনশন!
Mistakes in Aadhaar Card: কিন্তু আপনার আধার কার্ডে আপনার নামের বানান, জন্মতারিখ, ঠিকানায় গোলমাল থাকলে আপনি নিজেই বাড়িতে বসে ঠিক করে নিতে পারেন। https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আপনি নিজেই এই আপডেটগুলো করে ফেলতে পারবেন।
মাত্র ২ মিনিট দেরিতেই শাস্তির মুখে রাহুল, দিতে হল ১০ বার ডন-বৈঠক!
মাত্র দু'মিনিট দেরিতে পৌঁছান রাহুল গান্ধী।
Infiltration: সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরল BSF, তারপর…
Bangladeshi Infiltration: এসআইআর শুরু হতেই একের পর এক বাংলাদেশি ডেরারও হদিস মিলছে। বিএলও বাড়ি বাড়ি যাওয়া শুরু করতেই দেখা যাচ্ছে, রাতারাতি বাড়ি তালা মেরে বা বাড়ি বিক্রি করে পালিয়ে গিয়েছে বাংলাদেশিরা। নিউটাউনের উদয়নপল্লি, পূর্ব পাড়া, ঘূণি বস্তির খোঁজ মিলেছিল।
youtube ভিডিওতে 1Kভিউ! আয়ের পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে
youtube Income: আজকের ডিজিটাল যুগে ইউটিউব শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ কনটেন্ট ক্রিয়েটর প্রতিদিন এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিও থেকেই উপার্জন করেন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। কিন্তু নতুন ইউটিউবারদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন ঘুরপাক খায়—ইউটিউবে ১,০০০ ভিউ থেকে ঠিক কত টাকা আয় হয়? ইউটিউব থেকে আয় করার মূল পদ্ধতি হলো বিজ্ঞাপনের মাধ্যমে। ইউটিউব তার স্রষ্টাদের CPM (Cost Per Mille) এবং RPM (Revenue Per Mille) এর ভিত্তিতে অর্থ প্রদান করে। CPM বোঝায়, একজন বিজ্ঞাপনদাতা প্রতি ১,০০০ বিজ্ঞাপনের জন্য কত টাকা খরচ করছেন, আর RPM নির্দেশ করে, একজন স্রষ্টা প্রতি ১,০০০ ভিউ থেকে আসলে কত আয় পাচ্ছেন। ভারতে ইউটিউবের গড় RPM ২০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে ওঠানামা করে। অর্থাৎ, যদি কোনও ভিডিও ১,০০০ বার দেখা হয়, তাহলে সেই ভিডিও থেকে ক্রিয়েটাররা প্রায় ২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। তবে এই অঙ্ক সব চ্যানেলের ক্ষেত্রে সমান নয়—চ্যানেলের বিষয়বস্তু, দর্শকের অবস্থান এবং কনটেন্টের ধরন আয়ের পরিমাণে বড় ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউরোপের দর্শকদের কাছ থেকে আসা ভিউয়ের ক্ষেত্রে RPM অনেক বেশি থাকে। অন্যদিকে, ভারত, পাকিস্তান বা দক্ষিণ এশিয়ার দেশগুলিতে এটি তুলনামূলকভাবে কম। এছাড়া, যারা প্রযুক্তি, শিক্ষা, অর্থনীতি বা ব্যবসা সংক্রান্ত ভিডিও তৈরি করেন, তারা সাধারণ বিনোদনমূলক কনটেন্ট নির্মাতাদের তুলনায় বেশি আয় করে থাকেন। তবে ইউটিউবে আয়ের উৎস কেবল ভিউতেই সীমাবদ্ধ নয়। আরও রয়েছে বিভিন্ন উপায়—যেমন সুপার চ্যাট, চ্যানেল মেম্বারশিপ, ব্র্যান্ড স্পনসরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। বড় ইউটিউবাররা এসব উৎস থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন। সঠিক কৌশল ও ধারাবাহিকতা বজায় রাখলে আপনিও ইউটিউবের মাধ্যমে একটি স্থায়ী আয়ের উৎস গড়ে তুলতে পারেন। আরও পড়ুন- নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড, ডেড লাইন বেঁধে বড় নির্দেশ সরকারের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনে ধামাকা অফার, পান ৪১,০০০-এর বিরাট ছাড় সপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনার দর, জানেন আজ কলকাতায় কতটা কমল হলুদ ধাতুর দর? ৫ বছরে ৩০,০০০ টাকা বিদ্যুৎ সাশ্রয়! হ্যাভেলসের এই অত্যাধুনিক প্রযুক্তির গিজারে ২৫% দ্রুত গরম হবে জল
‘অচলায়তন ভেঙে মুক্তচিন্তার অঙ্গন হবে বাংলা’, দম্পতি রিয়া-রাখিকে শুভেচ্ছা অভিষেকের
সদ্যই একটি মন্দিরে বিয়ে হয় দু'জনের।
Mali |মালিতে কাজে গিয়ে অপহৃত! ৫ ভারতীয়কে নিরাপদে ফেরাতে কূটনৈতিক পদক্ষেপ বিদেশমন্ত্রকের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে (Mali) কাজ করতে গিয়ে অপহৃত হয়েছেন পাঁচ ভারতীয় (Indians kidnapped)। তবে এবার তাঁদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে পদক্ষেপ করল ভারতীয় বিদেশমন্ত্রক (MEA)। অপহরণের বিষয়টি নিশ্চিত করে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস মালির কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কাজ করে চলেছে, যাতে ওই ভারতীয়দের নিরাপদ […] The post Mali | মালিতে কাজে গিয়ে অপহৃত! ৫ ভারতীয়কে নিরাপদে ফেরাতে কূটনৈতিক পদক্ষেপ বিদেশমন্ত্রকের appeared first on Uttarbanga Sambad .
স্বামী প্রণবানন্দ যোগাসন প্রতিযোগিতা, দক্ষিণ ২৪ পরগনায় প্রথমবার এত বড় আয়োজন
৮০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়।
‘বন্দে মাতরম’গাইতেই হবে, বঙ্কিম-আবেগ উসকে উত্তরপ্রদেশের স্কুল-কলেজকে নির্দেশ যোগীর
বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে দেশজুড়ে উদযাপনের পরিকল্পনা বিজেপির।
Jio AI Mutual Fund: জিওর নতুন মিউচুয়াল ফান্ড, Artificial Intelligence যুক্ত হয়ে নিয়ে এসেছে বিপ্লব!
Artificial Intelligence Mutual Fund By Jio BlackRock: আগে জিও ব্ল্যাকরক মূলত নিফটির মতো কোনও সূচককে ট্র্যাক করে এমন প্যাসিভ মিউচুয়াল ফান্ড তৈরি করত। কিন্তু এই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড তাদের প্রথম অ্যাকটিভ মিউচুয়াল ফান্ড। এটি শুধু কোনও সূচককে অনুসরণ করবে না।
Widow Cuisine of Bengal: বাঙালির রান্না মানেই মাছ, মাংস, চিংড়ি— এই ধারণা আজও অনেকের মনে বসে আছে। কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। আসলে বাঙালির নিরামিষ রান্নার মূল ভিত্তি গড়ে উঠেছিল একদল নিঃস্ব বিধবার হাত ধরে। সমাজের কঠোর নিয়ম, খাদ্যনিয়ন্ত্রণ আর বঞ্চনার মধ্যেই তাঁরা সৃষ্টি করেছিলেন এমন সব স্বাদ, যা আজ বাঙালির রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ। শুরুটা কোথা থেকে? প্রায় ৮০০ বছর ধরে বাংলার বিধবাদের ওপর চলেছে কঠোর সামাজিক নিষেধ। চুল কেটে ফেলা, সাদা খদ্দরের শাড়ি পরানো, নিরামিষ রান্না খাওয়া- জীবনযাপনে ছিল বাধ্যতামূলক। তাঁদের খাদ্যতালিকা থেকে মাছ, মাংস তো বটেই, বাদ পড়েছিল পেঁয়াজ, রসুন, লঙ্কা, মসুর ডালও। কারণ এসব খাবারকে ‘রতিকর’ বলা হত— যা নাকি কামনা বাড়ায়! আরও পড়ুন- শীতের সকালে লোটে আর কাচকির একঘেয়েমি কাটাতে, ঝাল পেঁয়াজ-রসুনে করুন বাজিমাত! এই অত্যাচারের জবাব বাঙালি বিধবারা নিজেদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে দিয়েছেন। তাঁরা যা কিছু হাতে পেতেন— আলু, বেগুন, কুমড়ো, লাউ, পটল, বোরি, পোস্ত, সর্ষে— সেগুলো দিয়েই তৈরি করতে শুরু করেন নতুন নানা পদ। জন্ম নেয় চিরচেনা নিরামিষ নানা পদ। আজ যেসব পদ বাঙালি উৎসব-অনুষ্ঠানে খায়, তার অনেকগুলোই সেই সব বিধবাদের রান্নার দান। আরও পড়ুন- রাষ্ট্রগুরু, ভারতীয় জাতীয়তাবাদের প্রথম আলোকবর্তিকা, জানুন তাঁর অজানা কথা এর মধ্যে অন্যতম হল আলু-পোস্ত। আলু, পোস্ত, কাঁচালঙ্কা, কালোজিরা আর সর্ষের তেলে তৈরি এই পদ আজও বাঙালির প্রিয় রান্না। নানা রকম সবজির মিশ্রণে হালকা তেতো-মিষ্টি স্বাদের রান্না শুক্তো, ভাতের প্রথম পদের রাজা। একসঙ্গে বহু সবজির মিশ্রণ, পাঁচফোড়ন আর আদা-সর্ষে দিয়ে তৈরি লাবড়া বাঙালি তার ঘরের রান্না করে তুলেছে। মাছের পাতুরির কায়দায় তৈরি নিরামিষ, কলাপাতায় বাষ্পে রান্না করা ছানার পদ- ছানার পাতুরিও এই বাঙালি বিধবাদেরই দান। আরও পড়ুন- এই দুটি নির্দিষ্ট যোগব্যায়ামে বাড়ে আয়ু! কেন বলা হচ্ছে এমন কথা? বাঙালি বিধবাদের রান্নায় ফেলে দেওয়া জিনিসের ব্যবহার ছিল প্রবল। সামাজিক নিপীড়নে তৈরি হওয়া অভাব ঢাকতে তাঁরা নতুন নীতি নিয়েছিলেন। সেই নীতি হল- 'অপচয়েই বাড়ে অভাব।' এই নীতি মেনে বাঙালি বিধবারা রান্না শেষে পরে থাকা সবজির খোসা, ডাঁটা বা ফেলে দেওয়া অংশ দিয়ে বানাতে শুরু করেন নতুন, মনভোলানো সব পদ। যার অন্যতম ছিল আলুর খোসা ভাজা, লাউয়ের খোসা ভাজা, ফুলকপির ডাঁটার চড়চড়ি। এই পদগুলো স্বাদে এবং পুষ্টিতে ভরপুর হওয়ায় সহজে জায়গা পেয়ে যায় বাঙালির হেঁশেলে। আরও পড়ুন- খুব চুল পড়ছে? দূর করুন এই ৫ ভিটামিনের সমস্যা, চুল হবে ঘনকালো ও মসৃণ! বাঙালি বিধবাদের রান্নার সৃষ্টিশীলতায় আরও এক দিক ছিল— আমিষের বিকল্প নিরামিষ পদ। যেমন — কাঁচকলার কোপ্তা, যা দেখতে একদম মিটবলের মত। ছানার ‘ডিমের ডালনা’, যেখানে ডিমের আকৃতির ছানার বল গ্রেভিতে দেওয়া হয়। এঁচোড়ের ডালনা বা নিরামিষ মাংস। যা আসলে কচি কাঁঠাল দিয়ে তৈরি। আজও বাঙালির প্রতিটি নিরামিষ থালায় অতীতের সেই বিধবাদের রান্নার ছায়া রয়েছে। পোস্ত, সর্ষে, বোরি, পাঁচফোড়ন— এ সব উপাদান সেই সময় থেকেই এসেছে। আজ যাকে আমরা 'বাঙালির নিরামিষ পদ' (Bengali Vegetarian Cuisine) বলি, তার মূল রন্ধনশিল্পী ছিলেন সেই বাঙালি বিধবারাই। তাঁরা নিঃশব্দে বাঙালির রান্নায় উৎকর্ষতা এনেছেন। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় বিধবাবিবাহ প্রবর্তনের মাধ্যমে নতুন পথ দেখিয়েছিলেন। আর এই বিধবারা তাঁদের নিঃস্ব জীবনে সৃষ্ট করেছিলেন এমন এক নিরামিষ রান্নার ধারা, যা বাঙালির খাদ্যসংস্কৃতিকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে।
জাহানারার যৌন হেনস্তার অভিযোগে তদন্ত কমিটি, ‘প্রধানমন্ত্রী হলেও ছাড়ব না’, হুঁশিয়ারি বিসিবি’র
এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বাংলাদেশ বোর্ড।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : এবার অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি করার পথে হাঁটতে চলেছে ভারত। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির জেরে মার্কিনমুলুকে পণ্য রপ্তানি ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা সামলাতে অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি করতে চাইছে নয়াদিল্লি। সূত্রের খবর, এব্যাপারে আগ্রহী অস্ট্রেলিয়া সরকারও।শনিবার মেলবোর্নে সেদেশের বাণিজ্যমন্ত্রী ডন ফারেলের সঙ্গে দেখা করেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। একটি আন্তর্জাতিক সংবাদ […] The post India-Australia trade | ট্রাম্পের শুল্কনীতির জেরে রপ্তানিতে ধাক্কা, অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তির পথে ভারত appeared first on Uttarbanga Sambad .
Patanjali: ৬৭ শতাংশ বাড়ল মুনাফা, লাভের মুখ দেখতেই বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণা পতঞ্জলির
Patanjali News: এই ডিভিডেন্ড প্রদানের জন্য় ১৩ই নভেম্বরকে কাট-অফ ডেট হিসাবে নির্ধারণ করেছে পতঞ্জলি। অর্থাৎ এই তারিখের মধ্য়ে যে সকল বিনিয়োগকারীরা পতঞ্জলির শেয়ার কিনবেন বা হোল্ড করবেন, তাঁরাই পেয়ে যাবেন এই অন্তর্বর্তী ডিভিডেন্ড। কিন্তু কবে মিলবে সেই ডিভিডেন্ড?
Malda: কাটমানি না দেওয়ায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুরের অভিযোগ
Malda Cutmoney: ইতিমধ্যেই বিজেপির বুথ সভাপতি মালদা থানায় কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পরের দিন থেকেই বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।
Suvendu vs Mamata: নন্দীগ্রাম আন্দোলনের বর্ষপূর্তিতে ফের তীব্র রাজনৈতিক বার্তা। নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদ শ্রদ্ধাঞ্জলি ও শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সোমবার গোকুলনগর ও করপল্লী এলাকায় আয়োজিত বিশেষ সভা থেকে শুভেন্দু বলেন,“আসল পরিবর্তন ২০১১ সালে হয়নি। আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী এবং উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসাপরায়ণ একজনকে মুখ্যমন্ত্রী বানানোই ছিল আমাদের বড় ভুল। আমরা স্বীকার করি, সেটা আমাদের অপরাধ ছিল। তবে এবার জনগণকে সঙ্গে নিয়ে আমরা সত্যিকারের পরিবর্তন আনব। বোতল বদলেছে, কিন্তু মদ বদলায়নি।” আরও পড়ুন- West Bengal News Live Updates: উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে শুভেন্দু আরও বলেন,“নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনও মামলা হয়নি। কিন্তু আমার নামে ৪২টি মামলা দায়ের হয়েছিল। লক্ষ্মণ শেঠের নামে ছিল ৭৩টি মামলা। তখন বুদ্ধদেববাবু বলেছিলেন, মোবাইল ট্র্যাক করো — যারা ঘটনাস্থলে ছিল না, তাদের নাম বাদ যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন ১১৭ জন নেতাকে ৯টি খুনের মামলায় ফাঁসিয়েছিলেন।” আরও পড়ুন- Bengal SIR: ২০০২ ভোটার তালিকায় নাম নেই আপনার? কোন কোন নথি হাতের সামনে রাখবেন? তিনি আরও অভিযোগ করেন,“নন্দীগ্রামের ঘটনায় যেসব শহিদের পরিবার আমার সঙ্গে গিয়েছিল, সেই চারটি পরিবারকে আপনি ক্ষতিপূরণের টাকা দেননি। আপনি সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি, মৌলবাদীদের নেত্রী হয়ে উঠেছেন। আমি নিজে সেই চারটি পরিবারকে ১৬ লক্ষ টাকা দিয়েছি — তারা টাকার দাবি করেনি, কিন্তু আমি বুঝেছিলাম যে BJP-তে আসার কারণেই তারা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছে।” আরও পড়ুন- অপহৃত পাঁচ ভারতীয় নাগরিক, তোলপাড়! বিরাট অ্যাকশনে মোদী সরকার নন্দীগ্রামের স্মরণসভা ঘিরে সোমবার এলাকায় রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে। বিজেপি ও তৃণমূল সমর্থকদের পাল্টা পোস্টার-যুদ্ধও চোখে পড়ে। শুভেন্দুর বক্তৃতা থেকে স্পষ্ট, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
Nawsad Siddique: ‘চলে যান এখান থেকে’, নওশাদকে বললেন সাধারণ লোকজন
Canning: জানা যাচ্ছে, সভা শেষ করে নওশাদ ফেরার পথে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিধায়ককে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এরপর বিধায়ক গাড়ি থেকে নামেন। তারপর তিনি স্পষ্ট করতে চান কেন এখানে এসেছিলেন। কিন্তু সাধারণ মানুষ তাঁকে বিতাড়িত করেন।
Gold Rate Today 10 November: বিয়ের মরসুমে সারা দেশে সোনা ও রূপার দাম অনেকটাই কমেছে। গত সপ্তাহে সোনার দাম ১০০০ টাকা পর্যন্ত কমেছে। ফলে স্বাভাবিক ভাবেই ক্রেতাদের জন্য স্বস্তি বয়ে এনেছে। ১০ নভেম্বর রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,২২,১৭০ টাকায় পৌঁছেছে। এদিকে, ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ১,১২,০০০ টাকায় বিক্রি হচ্ছে।দেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক কেন্দ্র মুম্বই, চেন্নাই এবং কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,১১,৮৫০ টাকায়। এদিকে, ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,২২,০২০ টাকায় লেনদেন হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক দেশের মেট্রো শহরগুলিতে আজকের সোনার দাম দেশের ১০টি প্রধান শহরের আজকের সোনার দাম (১০ নভেম্বর, ২০২৫) দিল্লি: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,১৭০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১২,০০০ টাকা মুম্বই: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,০১০ | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৮৪০ আহমেদাবাদ: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,০৬০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৮৯০ টাকা চেন্নাই: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,০১০ | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৮৪০ কলকাতা: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,০১০ | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৮৪০ হায়দ্রাবাদ: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,০১০ | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৮৪০ জয়পুর: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,১৬০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৯৯০ টাকা ভোপাল: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,০৬০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৮৯০ টাকা লখনউ: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,১৬০ | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৯৯০ চণ্ডীগড়: ২৪ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,২২,১৬০ টাকা | ২২ ক্যারেট - প্রতি ১০ গ্রাম ১,১১,৯৯০ টাকা সোনার মতো, রূপার দামও নিন্মমুখী। ১০ নভেম্বর, রূপার দাম প্রতি কিলোগ্রামে ১,৫২,৪০০ টাকা রেকর্ড করা হয়েছে। এদিকে, আন্তর্জাতিক বাজারে রূপার স্পট মূল্য প্রতি আউন্স ৪৮.৪৮ ডলার। ভারতে সোনা ও রূপার দাম নির্ধারণে বেশ কিছু দেশীয় ও আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত, দেশের শীর্ষস্থানীয় জুয়েলার্স সমিতি, যেমন ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA), আন্তর্জাতিক বাজারের দাম, ডলারের বিপরীতে টাকার অবস্থান এবং আমদানি শুল্ক বিবেচনা করে প্রতিদিন দাম নির্ধারণ করে। ডলার শক্তিশালী হলে, টাকার দাম হ্রাস পেলে সোনার আমদানি আরও ব্যয়বহুল হয়ে ওঠে এবং দেশীয় বাজারে সোনা আরও ব্যয়বহুল দেখা দেয়। এদিকে, যখন ডলার দুর্বল হয়, তখন সোনার দাম কমে যায়। তদুপরি, উৎসবের মরসুম, বিবাহ এবং বিশ্বব্যাপী সংকটের (যেমন যুদ্ধ বা মন্দা) সময় সোনার চাহিদা বৃদ্ধি পায়, যার ফলে দাম বৃদ্ধি পায়। এর অর্থ হল সোনা ও রূপার দাম কেবল ভারতীয় বাজারের উপর নির্ভরশীল নয়, বরং বিশ্বব্যাপী অর্থনৈতিক কার্যকলাপের উপর নির্ভরশীল। আরও পড়ুন- ২০০২ ভোটার তালিকায় নাম নেই? কীভাবে মিলবে সমাধান? কী কী নথি লাগবে? জানুন বিস্তারিত 'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়? ৭০০০ পুলিশ মোতায়েন, ভয় পেলেন ইউনূস? মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি! বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইস জেটের বিমান! জরুরি অবতরণ কলকাতায়
Suvendu Adhikari: বদল হবে, বদলাও হবে: শুভেন্দু
Suvendu Adhikari: বিরোধী দলনেতা বলেন, বদল আনতে হবে। হিসাব আমরা নেব। বদল হবেই। বদলাও হবে কিন্তু আমি বলে দিতে পারি। এরা লাভ জিহাদ, রেশন জিহাদ, ধর্ম জিহাদ করে তৃণমূল এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ ২ করতে চায়। এই রাজ্যকে আমরা বাংলাদেশ বানাতে দেব না। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর শিল্প বন্ধ হয়ে গেছে।
Shubman Gill News in Bengali: বিশ্বকাপের আগে বড় চিন্তা, টি-২০ দলের 'বোঝা' হয়ে যাচ্ছেন শুভমান?
Shubman Gill: প্রায় ১ বছর পর ভারতীয় টি-২০ ক্রিকেট দলে (Indian Cricket Team) কামব্যাক করেছেন শুভমান গিল। তারপর থেকে আজ পর্যন্ত নিজেকে এই স্কোয়াডের যোগ্য দাবিদার হিসেবে প্রমাণ করতে পারেননি। যেহেতু তিনি ওপেন করতে নামছেন, সেকারণে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না সঞ্জু স্যামসন (Sanju Samson)। ইতিমধ্যে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এই পরিস্থিতিতে শুভমান গিলের ব্যাটিং ফর্ম নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেস বোলার জ়াহির খান। তাঁর কথায়, শুভমান নাকি স্বাধীনভাবে হাত খুলে খেলতে পারছেন না। যদি গিল চাপমুক্ত হয়ে ব্যাটিংই না করতে পারেন, তাহলে আগামীদিনে আরও সমস্যা বাড়বে। IND vs AUS 4th T20I, Shubman Gill Batting: খাদের মুখে 'মহার্ঘ্য' ৪৬ রান! আপাতত ফাঁড়া কাটল শুভমানের? শুভমান গিল সম্পর্কে কী বললেন জ়াহির খান? এশিয়া কাপ থেকেই শুভমান গিলের ব্যাটে তেমন গর্জন শুনতে পাওয়া যায়নি। ২০২৫ এশিয়া কাপে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমে শুভমান গিল সাতটি ম্য়াচে ২১.১৬ ব্যাটিং গড়ে মাত্র ১২৭ রান করেছিলেন। এরপর অস্ট্রেলিয়া সফরেও তিনি ব্যাট হাতে তেমন নজর কাড়তে পারেননি। ক্রিকবাজ়কে দেওয়া একটি ইন্টারভিউয়ে জ়াহির খান বললেন, Shubman Gill News: শুভমান গিলকে নিয়ে 'ফাঁস' বিস্ফোরক খবর, কল্পনাই করেননি টিম ইন্ডিয়ার সমর্থকরা! 'যদি আপনি স্বাধীনভাবে খেলতে পারেন, একমাত্র তাহলেই সবকিছু ঠিকঠাক হয়। শুভমানের উচিত একেবারে স্বাধীনভাবে খেলা। আমার মনে হয়, ও একটু বেশিই চিন্তাভাবনা করছে। কীভাবে একটা ইনিংস গড়তে হবে, কীভাবে ইনিংসে গতি আনতে হবে, এই সবকিছু আর কী! এই সকল চিন্তার কারণেই ও সহজাত ব্যাটিং করতে পারছে না। আমার মতে, বর্তমানে শুভমানের উচিত নিজের স্বাভাবিক ক্রিকেটটা খেলে যাওয়া। সেক্ষেত্রে বিষয়গুলো হয়ত একটু কম জটিল হতে পারে। শুধু শুধু একটা বিষয়কে জটিল করে তো কোনও লাভ নেই। শুভমানের টাইমিং এবং টাচ অসাধারণ। সেকারণে আমার মনে হয়, শীঘ্রই ও বড়সড় একটা ধামাকা করতে পারে।' Shubman Gill Criticized: প্রথম ম্য়াচ হারের 'শাস্তি'! চূড়ান্ত অপমানে বিদ্ধ শুভমান আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শুভমান গিলের পারফরম্যান্স ২০২৪ সালের পর ফের ২০২৫ সালে ভারতীয় টি-২০ স্কোয়াডে কামব্যাক করেছেন শুভমান গিল। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে তিনি টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন। পাশাপাশি টি-২০ দলের সহ অধিনায়কও তিনি। কিন্তু, ২০ ওভারের ফরম্য়াটে শুভমান সেভাবে রানই করতে পারছেন না। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে আবার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) আয়োজন করা হবে। শুভমানকে যদি বিশ্বকাপ স্কোয়াডে আসন পাকা করতে হয়, তাহলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে রান করতেই হবে। টিম ইন্ডিয়ার হয়ে শুভমান ৩১ ম্য়াচে মোট ৭৬২ রান করেছেন।
Shehnaaz Gill Weight Loss: অজান্তেই ইনজেকশন! থাইরয়েড বৃদ্ধি-হু হু করে কমেছে ওজন, কেমন আছেন শেহনাজ?
Shehnaaz Gill Health Update: সম্প্রতি পঞ্জাবি ছবি 'ইক কুড়ি'-তে শেহনাজ গিলের অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর ওজন কমানোর জার্নি নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানিয়েছেন প্রথমে জানতেন না 'ওজেমপিক' (Ozempic) কী। পরে জানতে পারেন এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত একটি ইনজেকশন। Mashable India-কে শেহনাজ বলেন, 'আমি ডায়েট করি না। আমি তো জানাই ছিল না ওজেমপিক কী জিনিস। আমার ওজন ছিল ৬৭ কেজি আর এখন ৫৫। কখনও কখনও ৫২-তেও নেমে যায়। আমি এক বছর পুরো নিরামিষ (Sattvik Food) খেয়েছি এমনকি রসুন-পেঁয়াজও খাইনি। তাই আমি নিজেকে এতটা নিয়ন্ত্রণ করেছি যে ওজন হু হু করে কমে গিয়েছে। আরও পড়ুন বাংলার প্রশিক্ষণ দিতেই অলিভিয়াকে বিশেষ কমপ্লিমেন্ট শেহনাজের, সিদ্ধার্থ-শেফালিকে নিয়ে কথা হল দুজনের? ৩১ বছর বয়সি শেহনাজ আরও জানিয়েছেন, 'আমার থাইরয়েড ছিল তবে এখন নিয়ন্ত্রণে। ওজন বৃদ্ধিও সেই কারণেই হয়েছিল। তাই ব্যায়াম করা উচিত, খাদ্যাভাসও নিয়ন্ত্রণ করা দরকার। আগে আমরা পিৎজা, বার্গার খেতাম এখন খাই বাজরা, রাগির রুটি। তবে আমি ডায়েট করি না। যেমন কেউ যদি আমাকে বড়া পাও খেতে দেয় আমি খেয়ে নিই কিন্তু রাতে ডিনার বাদ দিয়ে দিই। আমি জানি কী ভাবে ব্যালেন্স করতে হয়। অনেকবার শারীরিক গঠন নিয়েও নিয়ে ঠাট্টা-তামাশা।' অতীতের প্রেম নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। SMTV ইউটিউব চ্যানেলের সঙ্গে এক কথোপকথনে শেহনাজকে জিজ্ঞেস করা হয় তিনি কখনও কাউকে প্রতারণা করেছেন কি না। তিনি বলেন, 'হ্যাঁ, করেছি, প্রেমের ক্ষেত্রে অন্য কিছুতে নয়। শেহনাজের বক্তব্য, 'একজন নারী ভালবাসার বিনিময়ে ভালবাসা চায়। যদি কেউ তোমাকে ভালবাসতে না পারে তবে এর মানেটাই বা কী?' এরপর যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি তাঁর সঙ্গীর মধ্যে কী চান? আরও পড়ুন 'আমারও কিছু প্রত্যাশা থাকে শুধুই দিয়ে যাচ্ছি...', প্রেমের তিক্ততা-বিশ্বাসঘাতকতা নিয়ে অকপট শেহনাজ শেহনাজ বলেন, 'আমি চাই আমার সঙ্গী যেন বোঝদার হয়, উদার মানসিকতার হয়, স্বাধীন হয়। সে যেন আমাকে ব্যক্তিগত জায়গাটুকু দেয়। আমরা যেন একে অপরের কাজ শেয়ার করতে পারি, পরস্পরের প্রশংসা করতে পারি। আমরা যেন ফোন ছাড়াই একে অপরের সঙ্গে কথা বলতে পারি। একসঙ্গে ঘুরতে যেতে পারি।' আরও পড়ুন 'অনেক ভুল করেছে আর আমি ক্ষমা করেছি', গোবিন্দার বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন উসকে অকপট সুনীতা
ATM Fraud: পিন বা কার্ড নয়, ATM-এ টাকা তুলতে গিয়ে এই ভুল করলে সব খোয়াতে পারেন নিমেষে…
ATM Money Withdrawal: এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে কিপ্যাড ঢেকে রাখা বা টাকা তোলার পর বারবার ক্যানসেল বাটনে চাপ দেওয়ার মতো সতর্কতা অনেকেই অবলম্বন করেন। তবে একটা ভুলে আপনার পিন বা অন্য তথ্য ফাঁস হয়ে যেতে পারে। কী এই ভুল জানেন?
Tanushree-Abir: ‘ডিপফ্রিজ’-এ তনুশ্রী-আবিরের রসায়ন কেমন? জানালেন নায়িকা
Tanushree-Abir's Chemistry: ছবির জাতীয় পুরস্কার প্রাপ্তি নিয়ে রীতিমতো উচ্ছ্বাসের সঙ্গেই বললেন, “ছবিটা যে মুক্তি পেতে চলেছে, দর্শকের কাছে পৌঁছাবে, এর থেকে বড় জিনিস কিছু হতে পারে না। যখন আমরা শ্যুটিং করছিলাম তখনই আমি সকলকে বলেছিলাম প্রত্যেককে এই ছবির জন্য অপেক্ষা করতে হবে।”
‘ঘুমহীন রাতে চোখে জল’, আরব আমিরশাহীতে বন্দি ভাইকে নিয়ে দুশ্চিন্তায় সেলিনা
প্রায় ১৪ মাস আরব আমিরশাহীতে বন্দি সেলিনার ভাই।
Anubrata Mondal on SIR: ‘দেশ থেকে তাড়াবে, ওতই সহজ?’, নিবিড় পরিমার্জন নিয়ে সুর চড়ালেন কেষ্ট
SIR in Bengal: বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলও-রা। একদিকে যখন দ্রুত গতিতে এগোচ্ছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া। তখন তার সঙ্গেই চড়ছে রাজনৈতিক পারদও। সম্প্রতি, বাংলায় এখনও পর্যন্ত এসআইআর আতঙ্কে মৃতদের পরিসংখ্যান তুলে ধরেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দলে যখন এসআইআর নিয়ে থেকেছিল বেসুরো। তখন কেষ্ট বলেছিলেন, অন্য কথা।
চর্মরোগের পর চোখের সমস্যা, অন্তরালেই আলিপুরের সবুজ অ্যানাকোন্ডা
প্রায় চারমাস হতে চলল, আলিপুর চিড়িয়াখানায় এসেছে অ্যামাজনের প্রসিদ্ধ সাপ সবুজ অ্যানাকোন্ডা।

26 C