TMC Kunal Ghosh news:সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন কুণাল। হাসপাতাল সূত্রে খবর, তাঁর পায়ের ফিবুলা (ফিবুলা হলো মানুষের পায়ের নিচের অংশে অবস্থিত একটি হাড়, যা টিবিয়া বা শিনবোনের পাশে থাকে। এটি গোড়ালির বাইরের অংশ তৈরি করে) ভেঙে গিয়েছে। প্লেট আর স্ক্রু দিয়ে মেরামত করা হয়েছে।
Top 5 Sports News Highlights: মঙ্গলবার (২৫ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, গুয়াহাটি টেস্টের চতুর্থ দিন পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত। অন্যদিকে, ঘোষণা করা হল ২০২৬ টি-২০ বিশ্বকাপের সূচি। এদিকে আবার আসন্ন বিশ্বকাপের জন্য রোহিত শর্মাকে ব্র্যান্ড অ্যাম্বাডাডার নিয়োগ করা হয়েছে। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। হারের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত এই টেস্ট ম্য়াচে চতুর্থ দিনের খেল খতম। ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে আপাতত ২৭ রান করেছে। হাতে বাকি আর একটা দিন। প্রোটিয়া ব্রিগেডকে জিততে হলে আর মাত্র ৮ উইকেট শিকার করতে হবে। আর ভারতের জয়ের জন্য কত রান দরকার? সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। ড্র করতে পারাই আপাতত সবথেকে বড় চ্যালেঞ্জ। পড়ে নিন বিস্তারিত: IND vs SA 2nd Test, 4th Day Highlights: শেষ চতুর্থ দিনের খেলা, আপাতত ঈশ্বরই বাঁচাতে পারে টিম ইন্ডিয়াকে ঘোষিত হল টি-২০ বিশ্বকাপের সূচি ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। এই টুর্নামেন্ট ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টা বেজে ৩০ মিনিটে আইসিসি এই সূচি ঘোষণা করল। ২০২৪ সালের মতোই আগামী বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। পড়ে নিন বিস্তারিত: T20 World Cup 2026, Eden Gardens Fixture: টি-২০ বিশ্বকাপে কোন কোন ম্য়াচ খেলা হবে ইডেনে? না দেখলে মিস করবেন গম্ভীরের নির্বাচনী নীতি নিয়ে বিস্ফোরক শ্রীকান্ত! ভারতীয় টেস্ট দলে নির্বাচনী নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও নির্বাচকসভার প্রাক্তন প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত। নিজের ইউটিউব অনুষ্ঠানে ভারতীয় দলের ধারাবাহিক খারাপ পারফরম্যান্স এবং গৌতম গম্ভীরের কোচিংয়ে দলের নির্বাচনী নীতিকে আক্রমণ করেন তিনি। পড়ে নিন বিস্তারিত: Krishnamachari Srikkanth: গম্ভীরের নির্বাচনী নীতি নিয়ে বিস্ফোরক শ্রীকান্ত! ‘এইভাবে দল চালালে সর্বনাশ’ টিম ইন্ডিয়ার গায়ে 'কলঙ্কের দাগ'! টিম ইন্ডিয়ার গায়ে আরও একটি কলঙ্কের দাগ লাগতে চলেছে। টেস্ট ক্রিকেট ইতিহাসে সবথেকে বড় ব্যবধানে পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে তারা। শেষ দিনে যদি কোনও ব্যাটার মিরাকল না ঘটাতে পারেন, তাহলে ভারতের পরাজয় একেবারে নিশ্চিত। ভারতীয় ক্রিকেট দল না তো ব্যাট করতে পারছে, আর না বল। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তারা চূড়ান্ত ফ্লপ হচ্ছে। পড়ে নিন বিস্তারিত: India vs South Africa 2nd Test: টিম ইন্ডিয়ার গায়ে 'কলঙ্কের দাগ'! টেস্ট ইতিহাসে লজ্জার দোরগোড়ায় ঋষভরা বিশ্বকাপের বড় দায়িত্ব রোহিতের কাঁধে মঙ্গলবার (২৫ নভেম্বর) টি-২০ বিশ্বকাপের জন্য আইসিসি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে রোহিত শর্মাকেও দেখতে পাওয়া গিয়েছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে রোহিতকে নিযুক্ত করা হয়েছে। এত বড় একটা দায়িত্ব সম্পর্কে অবশেষে মুখ খুলেছেন রোহিতও। পড়ে নিন বিস্তারিত: Rohit Sharma: রোহিতের কাঁধে 'বড় দায়িত্ব', টি-২০ বিশ্বকাপে 'জামাই আদর' আইসিসি-র
‘গুপ্তচর’রাশিয়ান বধূকে পালাতে সাহায্য! রুশ দূতাবাস কর্মীদের রক্ষাকবচ তোলার দাবি বিদেশমন্ত্রকের
গুপ্তচর বধূকে দেশে ফেরাতে তৎপর নয়াদিল্লি।
আজকে দেখবেন সংবাদপত্রে বেরিয়েছে যোগী রাজ্যে বিভিন্ন জেলায় ডিটেনশন ক্যাম্প হচ্ছে। মানুষকে এই খবর জানিয়ে সচেতন করুন। সবাইকে বলুন, এসআইআর ফর্ম জমা দিতে। কেউ যেন ফর্ম নিয়ে বাড়িতে না রেখে দেয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক হিসেবে ১০০% লড়াই করতে চাই।
SIR BLO |‘আর পারছি না’, চাকরি থেকে ইস্তফা বিএলও-র
নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) করতে গিয়ে অত্যধিক কায়িক ও মানসিক চাপে একের পর এক বুথ স্তরের আধিকারিকের অসুস্থতা, মৃত্যু ও আত্মহত্যার ঘটনার পরেও মুখে কুলুপ নির্বাচন কমিশনের। ‘ভোটার তালিকা সংশোধনের নামে অত্যাচার চলছে’ বলে অভিযোগ করেছে বিরোধীরা। ইতিমধ্যে কাজের চাপে বিএলওদের মানসিক চাপে ভেঙে পড়া, কান্নাকাটির রিলস সমাজমাধ্যমে ভাইরাল হওয়ায় পরিস্থিতি ক্রমেই […] The post SIR BLO | ‘আর পারছি না’, চাকরি থেকে ইস্তফা বিএলও-র appeared first on Uttarbanga Sambad .
BLO: আন্দোলনরত বিএলওকে শোকজের হুঁশিয়ারি কমিশনের?
এ দিকে, আজ আবার মহেশতলায় শোকজ করা হয়েছে এক বিএলওকে। অভিযোগ, তিনি ফর্ম ঠিক মতো বিলি করলেও ফিলাপ করা ৪০০ ফর্ম নিজের কাছে রেখে দিয়েছেন। সেই ফর্ম তিনি জমা করেননি বলে দাবি। তাই তাঁকে শোকজ করেছে কমিশন। এখন এলাকার মানুষজন চিন্তায় রয়েছেন, তাঁদের ফর্ম ঠিক সময়ে আদৌ জমা পড়বে কি না।
Tea Garden Lockout |শ্রমিক বিক্ষোভের জের! আচমকাই বন্ধ হয়ে গেল তরাইয়ের সৈদাবাদ চা বাগান
শিলিগুড়ি: বন্ধ হয়ে গেল তরাইয়ের সৈদাবাদ চা বাগান (Tea Garden Lockout)। ঘর সংস্কার ও আনুসাঙ্গিক বকেয়ার দাবিতে সোমবার ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। এরপর রাত ৮ টা নাগাদ ম্যানেজার বাগান ছেড়ে চলে যান। তারপর আজ আর বাগানে কোনও কাজ হয়নি। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি বাদল দাসগুপ্ত শিলিগুড়িতে অতিরিক্ত শ্রম কমিশনারকে চিঠি লিখে […] The post Tea Garden Lockout | শ্রমিক বিক্ষোভের জের! আচমকাই বন্ধ হয়ে গেল তরাইয়ের সৈদাবাদ চা বাগান appeared first on Uttarbanga Sambad .
Disclosure of Anonymous Fund: সম্প্রতি আয়কর আইনের ১৩ক (ঘ) ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন খেম সিং ভাটি নামে জনৈক ব্যক্তি। এই আইন রাজনৈতিক দলগুলিকে অনুদানের ক্ষেত্রে একটি বিশেষ ক্ষমতা দিয়ে থাকে তা হল, প্রাপ্য অনুদানের ভিত্তিতে রাজনৈতিক দলগুলিকে কোনও রকম আয়কর দিতে হবে না।
সব ঠিক ছিল, কেন উড়ল না মমতার হেলিকপ্টার?
Mamata Banerjee: হেলিকপ্টারে চেপে বনগাঁ যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সবকিছু তৈরি ছিল সেই মতো। কিন্তু শেষ মুহূর্তে বদলাতে হল প্ল্যানিং। গাড়িতে চেপে সড়কপথে যেতে হল মুখ্যমন্ত্রীকে। ঠিক কী ঘটল এদিন?
CM mamata banerjee: লাল পতাকা হাতে এগিয়ে এলেন বৃদ্ধ, কাঁদতে-কাঁদতে পড়লেন মমতার পায়ে, তারপর…
Matua: মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা চলছিল।চলাকালীন সামনে এল এক হৃদয়স্পর্শী দৃশ্য। ভিড়ের মধ্য থেকে এক বৃদ্ধ এগিয়ে আসেন। তাঁর হাতে একটি লাল পতাকা। সেই পতাকার নিচের দিকে সাদা রঙের একটি অংশ রয়েছে। মূলত, এটি মতুয়া ধর্মের পতাকা।
SIR in Bengal: ফর্ম পূরণে সমস্যায় যৌনকর্মীরা, সোনাগাছিতে বিশেষ ক্যাম্পের ভাবনা কমিশনের
Special camp in Sonagachi: একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের বক্তব্য, যৌনকর্মীদের পরিবারগুলি অনেক ক্ষেত্রে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন না। লোকলজ্জার ভয়ে পরিবারের লোকজন সঠিক তথ্য দিতে সঙ্কোচবোধ করেন। ফলে ফর্ম পূরণের সময় সমস্যায় পড়ছেন যৌনকর্মীরা। আর সঠিকভাবে ফর্ম পূরণ না হলে ভোটার তালিকাতেও তাঁদের নাম থাকবে না। ভোটদানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেন তাঁরা।
Deepak Prakash: রাজি ছিলেন না নীতীশ-শাহ! ভোটে না লড়েই মন্ত্রিত্ব পেলেন সাংসদ পুত্র
Bihar New Panchayati Raj Minister: তিনি যে প্রধানমন্ত্রী, রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে রয়েছেন তা তাঁকে দেখে ঠাওর করাই যাবে না। তাঁদের মাঝে শুধু দাঁড়িয়ে থাকাই নয়, শপথবাক্য পাঠ করেছেন ওই যুবক। তা হলে এই যুবক কি নীতীশের ক্যাবিনেটের সবচেয়ে কনিষ্ঠ মন্ত্রী?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রতিদিনই ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে লক্ষ লক্ষ ভোটার। মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত প্রায় ১৪ লক্ষ ভোটার বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। প্রতিদিন যে হারে তালিকা থেকে নাম বাদ পড়ছে, তাতে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ […] The post SIR | এসআইআরে নাম বাদ পড়ার হিড়িক! মঙ্গলবার পর্যন্ত সংখ্যাটা প্রায় ১৪ লক্ষ, খসড়া তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর appeared first on Uttarbanga Sambad .
ফিটনেস-বিমা সব ফুরিয়েছে কবে! প্রাণের মূল্য চোকাতে হল ফুটফুটে শিশুদের
অভিভাবকরা বলছেন, গাড়িটিতে প্রবল শব্দ হচ্ছিল। লক ঠিক মতো খোলা যাচ্ছিল না। পুকুরে ডুবে যাওয়ার পর লকটা যদি খোলা যেত, তাহলেও হয়ত শিশুদের বাঁচানো সম্ভব হত বলে মনে করছেন অভিভাবকরা।
Prashant Kishor: ‘সবটা লাগিয়ে দেব…’, ভোটে হেরে এবার চাঁদা তুলতে নেমেছেন পিকে!
Prashant Kishor Urge For 1 Thousand Rs Donation: কিন্তু যাঁরা এই ‘সামান্য’ দানটা করতে পারবেন না, তাঁদের মুখ অবধি দেখবেন না বলে জানিয়ে দিয়েছেন পিকে। তাঁর কথায়, ‘পরামর্শ দেওয়ার সময় শেষ, এবার সংঘর্ষের পালা। বিহারে মোট ১৩ কোটি মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে ১ কোটি মানুষও যদি ১ হাজার টাকা দান করেন, এই যাত্রা পাঁচ বছর পর্যন্ত চালাব।
Rohit Sharma: রোহিতের কাঁধে 'বড় দায়িত্ব', টি-২০ বিশ্বকাপে 'জামাই আদর' আইসিসি-র
আরও কাছাকাছি ঢাকা-ইসলামাবাদ, ‘বন্ধু’ বাংলাদেশকে ১ লক্ষ টন চাল দিচ্ছেন শাহবাজ
হাসিনার আমলে পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ ছিল বাংলাদেশের।
Supreme Court on Christian Army: তবে অফিসারের সওয়ালকারীর দাবি, তাঁর মক্কেল ভিতরে যেতে না চাইলেও বাইরে ডিউটি করতে রাজি ছিলেন। অবশ্য এই যুক্তির পরেও অনড় থেকেছে আদালত। সেনা ধর্মীয় পরিচয়ের উর্ধ্বে বলেই মত শীর্ষ আদালতের।
‘দায়িত্ব’ ও তা ‘নির্বাহ’ করার মাঝের ফাঁক
রাজ্যের ৮১ হাজার ‘বিএলও’-র মধ্যে রয়েছেন আইসিডিএস কর্মী, পার্শ্বশিক্ষকরা।
‘পুলিশকাকুদের’৬ মাসের লড়াই! মুম্বইয়ে হারানো ৪ বছরের আরোহীর খোঁজ মিলল বারাণসীতে
গত মে মাসে নিখোঁজ হয় আরোহী।
মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার যে সংস্থার থেকে নেওয়া,তার নাম 'হেলিগো'। এটি ভারতীয় কোম্পানি। এই সংস্থার সঙ্গে রাজ্য সরকারের পরিবহণ দফতর চুক্তি করে। তবে শর্তানুযায়ী, এই ধরনের সংস্থার সঙ্গে হেলিকপ্টার প্রস্তুতকারী লন্ডনের কোনও সংস্থার চুক্তি থাকতে হবে। সেই মতো ভারতীয় এই কোম্পানির সঙ্গে লন্ডনের একটি সংস্থার চুক্তি ছিল।
কল্যাণীতে পণ্যবাহী জাহাজে ধাক্কা নৌকার, কোনওমতে প্রাণ বাঁচল পড়ুয়া-সহ শ’খানেক যাত্রীর
চালকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়াদের অভিভাবক ও যাত্রীরা।
জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের আমন্ত্রণ রক্ষা রাজ্যপালের, ছাত্রীদের সঙ্গে গাইলেন গানও
ট্রেন সফরে আলাপ হওয়া শিক্ষিকার আমন্ত্রণে সটান জিয়াগঞ্জের একটি স্কুলে রাজ্যপাল।
দুস্থ শিশুদের জন্য খুলেছিলেন পাঠশালা, বহরমপুরে সেই বাবর আলির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল
এলাকার গরিব বাচ্চাদের সেই পাঠশালা ২৩ বছর ধরে আজও চলছে।
আর শোনা যাবে না আদুরে গলা, দুবাই থেকে ভিডিও কলেই দুর্ঘটনায় মৃত মেয়েকে দেখলেন বাবা
সোমবার দুপুরে উলবেড়িয়ায় ভয়াবহ পুলকার দুর্ঘটনা ঘটে।
Raiganj |ঝাড়ফুঁকই কাল, মৃত্যু শিশুর
বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: ফের অসচেতনতার বলি। ওঝার কাছেই ‘গোল্ডেন আওয়ার’ শেষ। প্রায় দুই ঘণ্টা ঝাড়ফুঁক করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হল সাপের ছোবল খাওয়া এক শিশুর। মেয়েকে হারিয়ে বাবার এখন আফসোস, ওঝার কাছে না গিয়ে প্রথমেই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে হয়তো মেয়েটা বেঁচে যেত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম […] The post Raiganj | ঝাড়ফুঁকই কাল, মৃত্যু শিশুর appeared first on Uttarbanga Sambad .
Dhupguri: বিয়ের আনন্দের মাঝেই আগুনে পুড়ে সব ছাই! ভয়ঙ্কর কাণ্ড বানারহাটে
Banarhat: যদিও আগুন দেখতে পেয়েই তা নেভাতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলেও। খবর পেয়ে ধূপগুড়ির দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। যদিও ততক্ষণে এক্কেবারে রুদ্ররূপ ধারণ করেছে আগুন। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
Malda |ক্রিসমাস কার্নিভালে এক ঝাঁক তারকা, পার্ক স্ট্রিটের আদলে সাজবে মালদা
জসিমুদ্দিন আহম্মদ, মালদা: ডিসেম্বর এখনও পড়েনি। সবে মালদা (Malda) উৎসব শেষ হয়েছে। এখন থেকেই মালদায় ক্রিসমাস কার্নিভাল ও বর্ষবরণ উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইংরেজবাজার পুরসভার পরিচালনায় এবারেও যুব আবাসের মাঠে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহজুড়ে আনন্দ ও বিনোদনের নানা আয়োজন থাকছে ক্রিসমাস কার্নিভালে (Christmas Carnival)। পার্ক স্ট্রিটের আদলে মালদা শহরকে সাজিয়ে […] The post Malda | ক্রিসমাস কার্নিভালে এক ঝাঁক তারকা, পার্ক স্ট্রিটের আদলে সাজবে মালদা appeared first on Uttarbanga Sambad .
ICC T20I World Cup 2026: ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। এই টুর্নামেন্ট ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টা বেজে ৩০ মিনিটে আইসিসি এই সূচি ঘোষণা করল। ২০২৪ সালের মতোই আগামী বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। এই টুর্নামেন্টে মোট ২০ দল অংশগ্রহণ করবে। এবারও ভারত এবং পাকিস্তানকে (India vs Pakistan) একই গ্রুপে রাখা হয়েছে। কিন্তু, ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কতগুলো ম্য়াচ রাখা হয়েছে? আসুন সেই ব্যাপারে সবিস্তারে আলোচনা করা যাক। T20 World Cup 2026 Final: লক্ষ্য ২৬! আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ফাইনাল আয়োজনের জন্য তৈরি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই টু্র্নামেন্ট শুরু হবে। আর ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে ৮ মার্চ। মোট আটটি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত (Indian Cricket Team) বনাম পাকিস্তান ম্য়াচ খেলা হবে। ICC T20 World Cup: ফুটবলের পর এবার ২২ গজের বিশ্বকাপে ইতালি! ইতিহাসের দোরগোড়ায় বুঁফো-দেল পিয়েরোর দেশ কোন কোন দল খেলবে ২০২৬ টি-২০ বিশ্বকাপ? ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইটালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবোয়ে, ওমান, নেপাল, এবং আরব আমিরাত। 2024 T20I World Cup Anniversery: চিরকাল রয়ে গেলেন প্রচারের আড়ালে, ২০২৪ টি-২০ বিশ্বকাপে ভারতের আসল 'যোদ্ধা' কে জানেন? কবে কোন দলের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া? আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে। প্রথম ম্য়াচে তারা আমেরিকার বিরুদ্ধে খেলতে নামবে। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। এরপর ১৫ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান মহারণের আয়োজন করা হয়েছে। অবশেষে গ্রুপ পর্বের শেষ ম্য়াচটি ভারত খেলতে নামবে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে। IND vs SA 2nd Test, 4th Day Match Report: অস্ট্রেলিয়ার এই রেকর্ড ভাঙল আফ্রিকা, ৩১ বছর পর প্রশ্নের মুখে ভারত! টি-২০ বিশ্বকাপে কোন কোন ম্য়াচ পেল ইডেন গার্ডেন্স? আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম ম্য়াচটাই ইডেনে খেলা হবে। খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। বেলা তিনটে থেকে এই ম্য়াচ শুরু হবে। এরপর ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ইটালি। বেলা ১১টা থেকে শুরু হবে খেলা। এরপর আবার ১৪ ফেব্রুয়ারি। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্য়াচটি বেলা তিনটে থেকে শুরু হবে। ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম ইটালি। সময় সেই একই। ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ এবং ইটালি খেলতে নামবে। বেলা ১১টা থেকে এই ম্য়াচের আয়োজন করা হবে। এছাড়া সুপার এইট পর্বে একটি ম্য়াচ এবং প্রথম সেমিফাইনাল (শর্তসাপেক্ষে) কলকাতায় রাখা হয়েছে।
লক্ষ্য তেইশের বদলা, আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ফাইনাল খেলতে চান সূর্য
ওই মাঠেই বদলা চান সূর্যকুমার।
Raiganj |প্ল্যাটফর্মের বাইরে ট্রেনের কামরা, সমস্যায় যাত্রীরা
দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: স্টেশনে ট্রেন ঢুকলে কোন কামরা কোথায় দাঁড়াবে তার জন্য প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেশন বোর্ড লাগানো থাকে। এতে যাত্রী সাধারণের তাঁদের কামরা খুঁজে নিতে সুবিধা হয়। বিশেষ করে বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের অনেক সুবিধা হয়। কিন্তু রায়গঞ্জ (Raiganj) রেলস্টেশনে সেসব কিছু নেই। তাই স্টেশনে ট্রেন ঢুকলে যাত্রীরা কামরার নম্বরের দিকে নজর রেখে প্ল্যাটফর্মে ছুটতে […] The post Raiganj | প্ল্যাটফর্মের বাইরে ট্রেনের কামরা, সমস্যায় যাত্রীরা appeared first on Uttarbanga Sambad .
West Bengal, Kolkata Weather Tomorrow: আলিপুর আবহাওয়া অফিস বলেছে, বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার তেমন কোনও হেরফের নেই। তবে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। উইকেন্ডে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে। অপরদিকে,উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
Malda |নাগপুরের কমলায় ছেয়েছে মালদার বাজার
হরষিত সিংহ, মালদা: মরশুমের শুরুতেই নাগপুরের কমলালেবুতে (Orange) ছেয়েছে মালদার (Malda) বাজার। একসময় কমলা মানেই দার্জিলিংয়ের (Darjeeling) নাম শোনা যেত। কিন্তু বর্তমানে শুধুমাত্র দার্জিলিং নয়, দেশের বিভিন্ন প্রান্তে কমলা চাষ হচ্ছে। যদিও স্বাদে গন্ধে এখনও দার্জিলিংয়ের কমলারই সুনাম রয়েছে। ঠ্যালাগাড়ি থেকে ভ্যান, সব জায়গাতেই বিক্রি হচ্ছে এই কমলা। ফল বিক্রেতা মৃণাল মণ্ডলের কথায়, ‘শীত পড়তেই […] The post Malda | নাগপুরের কমলায় ছেয়েছে মালদার বাজার appeared first on Uttarbanga Sambad .
রাহুল দেব, রায়গঞ্জ: সাত বছর ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে (Raiganj University) সমাবর্তন না হওয়ায় বিপাকে ছাত্রছাত্রী থেকে গবেষকরা। অন্তবর্তীকালীন বা ‘প্রভিশনাল’ শংসাপত্র নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁদের। বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল মনোনীত অস্থায়ী উপাচার্য হিসেবে দীপক রায় দায়িত্ব নিয়েছিলেন ২০২৩ সালের ২২ অগাস্ট। তারপর পেরিয়ে গিয়েছে সওয়া দুই বছর। কিন্তু এই সময়কালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন (কনভোকেশন) করাতে পারেননি […] The post Raiganj University | সাত বছরেও হয়নি সমাবর্তন, কোর্ট নমিনি নেই বলে সাফাই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের appeared first on Uttarbanga Sambad .
Malda |মৃত ভাই জীবিত, উলটো দশা দাদার
স্বপনকুমার চক্রবর্তী, হবিবপুর: এ যেন প্রশাসনিক গাফিলতির চূড়ান্ত দৃষ্টান্ত। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর উদাহরণও বটে। নাহলে পাঁচ বছর আগে মৃত ছোট ভাই কীভাবে ভোটার তালিকায় জীবিত এবং জীবিত দাদা মৃত হয়ে যান! যথারীতি মৃত ভাইয়ের নামে বাড়িতে পৌঁছেছে এসআইআর (SIR)-এর ফর্ম। আর ভোটার তালিকায় মৃত থাকায় দাদার জোটেনি এই সংক্রান্ত কোনও ফর্ম। এমন চরম […] The post Malda | মৃত ভাই জীবিত, উলটো দশা দাদার appeared first on Uttarbanga Sambad .
স্বাদ বদলাতে ভেটকি মাছের এই রেসিপি ট্রাই করতে পারেন
যা কিনা খেতেই ভাল, রান্না করাও সহজ। বাঙালি মানেই মাছে ভাতে। তবে রোজ রোজ একইরকম মাছের ঝোল না খেয়ে, বরং একটু অন্যরকম রান্না করতেই পারেন। আর এ ব্যাপারে ভেটকি মাছের চচ্চড়িকে এগিয়ে রাখুন। ট্রাই করতেই পারেন এই রান্না।
লাল সন্ত্রাসে’ লাগাম! এবার ছত্তিশগড়ে ২৮ মাওবাদীর আত্মসমর্পণ, সম্মিলিত মাথার দাম ৮৯ লক্ষ
আত্মসমর্পণ করেছেন ১৯ মহিলা মাও সদস্য।
Cooch Behar |চেয়ার বাঁচাতে জনপ্রিয়তা প্রমাণে রবি
কোচবিহার: দল ইস্তফা দিতে বললেও চেয়ারম্যানের পদ আঁকড়ে থাকতে নাছোড়বান্দা রবীন্দ্রনাথ ঘোষ। তাই নিজের ক্ষমতা বা জনপ্রিয়তা দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুর চেয়ারম্যান। দিনকয়েক আগে অনুগামীদের নিয়ে সই সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এবার পুরসভার অস্থায়ী কর্মচারীরাও রবীন্দ্রনাথ ঘোষের হয়ে মাঠে নামলেন। রাসমেলায় হাজার টাকা করে বোনাস, সারাবছর নিয়মিত বেতন প্রদান সহ নানা ‘ভালো […] The post Cooch Behar | চেয়ার বাঁচাতে জনপ্রিয়তা প্রমাণে রবি appeared first on Uttarbanga Sambad .
Cooch Behar |মোষ পাচারের ডাম্পিং পয়েন্ট পুণ্ডিবাড়ি
পুণ্ডিবাড়ি: সোনাপুর আর নয়, মোষ পাচারের একেবারে নতুন করিডর হিসেবে দ্রুত মাথাচাড়া দিচ্ছে পুণ্ডিবাড়ি অঞ্চল। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার সীমানা সংলগ্ন বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরেই পশু পাচারের অন্যতম নিরাপদ রুট হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে পার্শ্ববর্তী রাজ্য অসমে মোষ পাচারের এই নেটওয়ার্ক বহুদিন ধরে সক্রিয়। দীর্ঘদিন মোষবোঝাই কনটেনারগুলির প্রাথমিক ডাম্পিং পয়েন্ট ছিল সোনাপুর। অর্থাৎ, […] The post Cooch Behar | মোষ পাচারের ডাম্পিং পয়েন্ট পুণ্ডিবাড়ি appeared first on Uttarbanga Sambad .
অকারণ ব্যয় নয়, বিয়েতে কম খরচে এইভাবে খাবারের আয়োজন করে প্রশংসা পান অতিথিদের
বিয়ের এলাহি ব্যবস্থাপনায় দেদার খরচ হয় নবদম্পতিদের।
আইনের আওতায় মহিলা আইনজীবীরা কি সুরক্ষা পাবেন?
বম্বে হাই কোর্টের সাম্প্রতিক রায় নিয়ে উঠছে প্রশ্ন।
Cooch Behar |মদনমোহনবাড়ির প্রণামি গোনা শুরু শীঘ্রই
কোচবিহার: রাস উৎসব ঘিরে ভক্তের ঢল নেমেছিল কোচবিহারের মদনমোহনবাড়িতে। কেউ ফল, কেউ সন্দেশ আবার কেউ চুপিসারে দানবাক্স ভরিয়ে দিয়ে গিয়েছেন। মাথা ঠেকিয়ে গিয়েছেন মদনমোহনের কাছে। দানের মাধ্যমে ভালোবাসা অপর্ণ করেছেন। তবে গতবার ৪০ বস্তা প্রণামি গোনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার শিগগিরই প্রণামি গোনার কাজ শুরু করবে দেবত্র ট্রাস্ট বোর্ড। কারণ, গতবার প্রণামি জমিয়ে রাখায় […] The post Cooch Behar | মদনমোহনবাড়ির প্রণামি গোনা শুরু শীঘ্রই appeared first on Uttarbanga Sambad .
BJP in Bengal: বাঙালি অস্মিতায় শান বিজেপির! গুপী-বাঘার পর বিজেপির প্রচারে এবার ফেলুদা-ব্যোমকেশও
BJP: ২৩ নভেম্বর পোস্ট করা হল একটি ভিডিয়ো। সেখানে গুপী-বাঘাকে ঘুরতে দেখা গেল শহরের রাস্তায়। তাঁরা তো বর্তমান বাংলার অবস্থা দেখে হতবাক। এক সময়ের সোনার বাংলা আজ কীভাবে রাজনৈতিক অস্থিরতার স্বীকার হয়েছে তা গুপী-বাঘার ওই গল্পের হাত ধরে তুলে ধরে বিজেপি।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়িতে চলছে রাজ্য ও আন্তঃ জেলা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার তাল কাটে গত শনিবার। অনুর্ধ্ব-১৫ মেয়েদের দলগত বিভাগে শিলিগুড়ি-উত্তর ২৪ পরগনার একটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। সেই ম্যাচটি বন্ধ করে দেওয়ার পাশাপাশি ইন্ডোর স্টেডিয়ামের চেয়ার লণ্ডভণ্ড করার অভিযোগ উঠে উত্তর ২৪ পরগনার বিরুদ্ধে। […] The post Siliguri Table Tennis | শিলিগুড়িতে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বিশৃঙ্খলা, নিঃশর্ত ক্ষমা চাইল উত্তর ২৪ পরগনা appeared first on Uttarbanga Sambad .
Balurghat |টোটো থামিয়ে মারধর, পথে হুলুস্থুল
সুবীর মহন্ত, বালুরঘাট: স্কুল টাইম। সোমবার বালুরঘাট (Balurghat) শহরের রাস্তায় তখন প্রচুর ভিড়। অথচ টোটোতে ছাত্রছাত্রীদের তুলেও স্কুলের সামনে তাদের না নামিয়ে এক চালককে হন্তদন্ত হয়ে পালাতে দেখা গেল। বাইক নিয়ে পিছনে একজন ধাওয়া করছিলেন। সবাই অবাক। বাইকচালককে কোনওভাবে ফাঁকি দিয়ে ওই টোটোচালক পালাতে যান। কিন্তু উদ্দেশ্য সফল হয়নি। তিনি ধরা পড়ে যান। টোটো থেকে […] The post Balurghat | টোটো থামিয়ে মারধর, পথে হুলুস্থুল appeared first on Uttarbanga Sambad .
Tufanganj |নেই শৌচালয় কিংবা পানীয় জলের ব্যবস্থা, এক ঘরে অঙ্গনওয়াড়ি, সুস্বাস্থ্যকেন্দ্র
তুফানগঞ্জ: ছোট্ট একটি ঘর। সেই ঘরের একদিকে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অন্যদিকে চলছে সুস্বাস্থ্যকেন্দ্র। নেই কোনও শৌচালয়ের ব্যবস্থা। নেই পরিস্রুত পানীয় জলের ব্যবস্থাও। প্রকৃতির ডাক উপেক্ষা করে পরিেষবা দিতে হয় স্বাস্থ্যকর্মীদের। এমনই ছবি চোখে পড়বে তুফানগঞ্জ-১ ব্লকের মধ্য গুড়িয়ারপাড়ে। ধলপল-২ গ্রাম পঞ্চায়েতের মধ্য গুড়িয়ারপাড়ে ৮৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র কোথায় বললে লোকজন দেখিয়ে দেবেন একটি টিনের চালের […] The post Tufanganj | নেই শৌচালয় কিংবা পানীয় জলের ব্যবস্থা, এক ঘরে অঙ্গনওয়াড়ি, সুস্বাস্থ্যকেন্দ্র appeared first on Uttarbanga Sambad .
‘হিন্দু-বিরোধী অভিযোগ ভিত্তিহীন’, জুতো কাণ্ড নিয়ে ফের মুখ খুললেন প্রাক্তন প্রধান বিচারপতি গাভাই
আর কী বললেন তিনি?
টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত, বড় ঘোষণা জয় শাহর, কী বললেন হিটম্যান?
রোহিত শর্মাকে বেনজির সম্মান দিল জয় শাহর আইসিসি।
Malda |হাসপাতাল থেকে শিশু চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ, হইচই মোথাবাড়িতে
সেনাউল হক, মোথাবাড়ি: ফের হাসপাতাল থেকে শিশুচুরির ঘটনা ঘটল। এবার মালদার (Malda) মোথাবাড়ির (Mothabari) বাঙ্গিটোলা হাসপাতাল থেকে শিশুচুরির ঘটনা ঘটেছে। হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে গিয়ে মায়ের কোল থেকে ১০ দিনের এক শিশুকে চুরি করে চম্পট দেন অপরিচিত এক মহিলা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে শিশুচুরি করে ওই মহিলা হাসপাতাল থেকে বেরিয়ে […] The post Malda | হাসপাতাল থেকে শিশু চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ, হইচই মোথাবাড়িতে appeared first on Uttarbanga Sambad .
প্রেমিকের হাত ধরে পালিয়েছিলেন! শ্বশুরবাড়িতে ফেরার পরই উদ্ধার কুলতলির বধূর দেহ
দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য, 'বোমা' ফাটালেন এই 'তারকা', 'বিস্ফোরণে' কেঁপে উঠল ক্রিকেট বিশ্ব
বিরাট কোহলির টেস্ট খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল। যদি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতেই হত তাহলে ওয়ানডে থেকে অবসর নেওয়া উচিত ছিল বিরাটের। এমনই মন্তব্যে তোলপাড় ফেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটর। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। আরও পড়ুন- শচীন থেকে বিরাট, এই ৫ ব্যাটারই কেড়েছেন প্রোটিয়াদের রাতের ঘুম! বর্তমানে ভারতীয় ক্রিকেট দল কোহলির নেতৃত্বে যে শক্তি আত্মবিশ্বাস উপভোগ করত তা মিস করছে। কোহলি না থাকায় ভারতীয় ক্রিকেট দলের হতাশাজনক পারফরমেন্সের পরই বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ফেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী। আদর্শভাবে, বিরাটের উচিত ছিল ওয়ানডে থেকে অবসর নেওয়া এবং টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়া। টেস্ট ক্রিকেট আজও তাকে মিস করে। কেবল একজন খেলোয়াড় হিসেবেই নয়, বিরাট যে শক্তি,ভালোবাসা এবং দক্ষতা ও বিশ্বাস দলে এনেছিল, যেখানে দল বিশ্বাস করত যে তারা যেকোনো পরিস্থিতিতে জিততে পারে,। এক্স-এ করা পোস্টে এমনই 'বিস্ফোরক' মন্তব্য করে তোলপাড় ফেললেন প্রাক্তন এই তারকা ক্রিকেটর। আরও পড়ুন- IND vs SA 2nd Test, 4th Day Live Updates: আউট বাভুমা, ফাঁড়া কাটল টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারত কার্যত বিপর্যয়ের সম্মুখীন । প্রথম ইনিংসে ২৮৮ রানের বিশাল লিড নেওয়ার পরে দিন শেষে প্রোটিয়াসরা দ্বিতীয় ইনিংসে ২৬/০ স্কোর করে খেলার পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। রায়ান রিকেলটন (১৩*) এবং এডেন মার্করাম (১২*) অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। আরও পড়ুন- Gautam Gambhir Coach: লেটার মার্কস না ডাঁহা ফেল! টেস্ট ক্রিকেটে রিপোর্ট কেমন কোচ গম্ভীরের? প্রোটিয়াসরা প্রথম ইনিংসে তোলে ৪৮৯ রান, জবাবে ভারত অলআউট হয় মাত্র ২০১ রানে। ফলে দুই দিন হাতে রেখে দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়ায় ৩১৪ রান। সিরিজে দক্ষিণ আফ্রিকা আগেই ১-০-তে এগিয়ে। কলকাতায় প্রথম টেস্টে তারা ভারতকে ৩০ রানে হারিয়েছিল। আরও পড়ুন- Virender Sehwag Burdwan News: 'বর্ধমানে আসছি, দেখা হবে...', সেহওয়াগের আশ্বাসে উচ্ছ্বসিত সমর্থকরা
T20 World Cup 2026: ইডেন পেল সেমিফাইনাল, বিশ্বকাপে ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত শর্মা
Rohit Sharma: দেশের মাটিতে আগামী বছর টি-২০ বিশ্বকাপ। গত বার টি-২০ বিশ্বকাপ জেতার পর ভারতের সেই সময়ের অধিনায়ক রোহিত শর্মা অবসর নিয়েছিলেন। একইসঙ্গে বিরাট কোহলিও আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন। এ বার আইসিসির পক্ষ থেকে বড় দায়িত্ব পেলেন রোহিত।
ধর্মেন্দ্রর মুখাগ্নির সময় শ্মশানে দেওল পরিবার ঠিক কী করেছিল? পড়ুন, প্রত্যক্ষদর্শীর বয়ান
তখন অন্দরে কী চলছে জানতে আগ্রহী হয়ে পড়েছিলেন সকলেই। শেষ দেখা হল না, এটুকু ততক্ষণে স্পষ্ট। সে সময় শ্মশানে শেষকৃত্যে ব্যস্ত থাকা অপর এক পরিবারের সদস্য TV9 নেটওয়ার্কের সাংবাদিকের কাছে মুখ খোলেন। জানান, ভিতরের ছবিটা ঠিক কী?
জুবিনকে খুন করা হয়েছে! বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
নভেম্বর মাসের গোড়ার দিকেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ষড়যন্ত্রে তত্ত্বে জোর দিয়ে বলেন, ‘খুন হয়েছেন জুবিন গর্গ।’ এবার অসমের বিধানসভায় মুলতুবি প্রস্তাবের সময়ে বিরোধী শিবির জুবিন গর্গ প্রসঙ্গ উত্থাপন করলে তখনও হিমন্ত বিশ্বশর্মা জোর দিয়ে বলেন, “এটা অপরাধমূলক যড়যন্ত্রের আশঙ্কা নয়, বরং সোজাসাপটাভাবে বলতে হলে, খুনই হয়েছেন জুবিন।”
সুপার এইটের এক ম্যাচ, একটি সেমিফাইনাল, টি-২০ বিশ্বকাপে ভারতের ম্যাচ পাচ্ছে ইডেন?
নক আউট পর্বের কোন কোন ম্যাচ পেল কলকাতা।
বন্ধুর ‘আনফিট’গাড়ি ব্যবহারেই কাল! উলুবেড়িয়া কাণ্ডে চালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
পুলকার দুর্ঘটনায় নড়েচড়ে বসেছে হাওড়া আঞ্চলিক পরিবহন দপ্তরও।
Kumarganj |সময়ের আগেই কাজ শেষ! কুমারগঞ্জের তিন বিএলওকে সংবর্ধনা ব্লক প্রশাসনের
কুমারগঞ্জ: এসআইআরের (SIR) কাজ নির্ধারিত সময়ের আগে সম্পন্ন করায় কুমারগঞ্জ (Kumarganj) ব্লক প্রশাসনের তরফে তিনজন বুথ লেভেল অফিসার (বিএলও) (BLO)-কে সংবর্ধনা দেওয়া হল। এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে তথ্য সংগ্রহ ও ফর্ম ডিজিটালাইজেশন সব কাজ দ্রুততার সঙ্গে ও সঠিকভাবে শেষ করতে পারায় মাফরুজা বিবি, কুণাল মুখোপাধ্যায় ও মৃত্যুঞ্জয় বর্মাকে এই সম্মাননা দেওয়া হয়। সংবর্ধনা […] The post Kumarganj | সময়ের আগেই কাজ শেষ! কুমারগঞ্জের তিন বিএলওকে সংবর্ধনা ব্লক প্রশাসনের appeared first on Uttarbanga Sambad .
‘সানি-ববির সিনেমা দেখব না’, ধর্মেন্দ্রর অন্তিম দর্শন না পেয়ে ক্ষোভে-কান্নায় ফেটে পড়লেন ভক্তরা
ভাইরাল ওই ভিডিওতে অনুরাগীরা বাকিদেরও সানি দেওল এবং ববি দেওলের সিনেমা না দেখার আর্জি জানিয়েছেন।
স্বামীকে খুন করে দেহ ড্রামে! কন্যাসন্তানের জন্ম দিল সেই ‘খুনি স্ত্রী’মুসকান
পুলিশের দাবি, ধরা পড়ার পর নিজের অপরাধ কবুল করেছে মুসকান।
TMC-BJP: তৃণমূল কর্মীর স্ত্রীর গোছা গোছা চুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ, খোঁজ মিলছে না বিজেপি কর্মীর
Bankura: তৃণমূল কংগ্রেসের কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। বাধা দিতে গেলে তৃণমূল কর্মীর স্ত্রীর গোছা গোছা চুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও এলাকার পদ্ম নেতারা অস্বীকার করছেন যাবতীয় অভিযোগ। তাঁদের ইঙ্গিত তৃণমূলের গোষ্ঠীকোন্দলের দিকেই।
‘আমার সঙ্গে খেলতে যেও না’, কপ্টার বিভ্রাটে বিজেপিকে নিশানা মমতার
আচমকা ইন্সিওরেন্স জটিলতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি।
CM mamata Banerjee |বারাসত মেডিকেলে মৃতদেহের চোখ চুরির অভিযোগ, বিক্ষোভে আটকে গেল মুখ্যমন্ত্রীর কনভয়
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে (Barasat Government Medical College & Hospital) মৃতদেহের চোখ চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। এদিকে বনগাঁ থেকে ফেরার পথে মঙ্গলবার যশোহর রোডে মৃত ওই যুবকের পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM mamata Banerjee) কনভয় আটকে দেন বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদ জানিয়ে অপরাধীদের শাস্তির দাবি করেন তাঁরা। […] The post CM mamata Banerjee | বারাসত মেডিকেলে মৃতদেহের চোখ চুরির অভিযোগ, বিক্ষোভে আটকে গেল মুখ্যমন্ত্রীর কনভয় appeared first on Uttarbanga Sambad .
Bangladesh |বাংলাদেশে নিশানায় বাউলরা! ফের কাঠগড়ায় ইউনূসের সরকার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার বাংলাদেশে (Bangladesh) গ্রেপ্তার আবুল সরকার নামে এক বিখ্যাত বাউল শিল্পী (Baul singer arrested)। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনার পারদ চড়ছে ভারতের প্রতিবেশী দেশে। সূত্রের খবর, পশ্চিম মাদারিপুরের মানিকগঞ্জে এক গানের অনুষ্ঠান চলাকালীন ধর্ম অবমাননা করার অভিযোগ উঠেছে আবুল সরকারের বিরুদ্ধে। এরপর গত ১৯ নভেম্বর তাঁকে প্রথমে আটক ও […] The post Bangladesh | বাংলাদেশে নিশানায় বাউলরা! ফের কাঠগড়ায় ইউনূসের সরকার appeared first on Uttarbanga Sambad .
Hooghly: তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ, পথে নামল তৃণমূলই
অন্যদিকে, বেশ কয়েক জন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনা প্রকল্পে বাড়ির টাকা পেলেও এখনো পযন্ত নিজের জায়গায় বাড়ি করতে পারেননি। কারণ, তৃণমল নেতাদের টাকা দিতে পারেননি তিনি। বাড়ি নির্মাণ করতে গেলে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের টাকা না দিলে বাড়ি নির্মাণ করা যাবে না বলে হুঁশিয়ার দেওয়া হয়েছে তাঁদের।
Jamaldaha |থেকে থেকে রক্ত জল করা গর্জন, রহস্যময় পায়ের ছাপ! আতঙ্কে কাঁটা জামালদহ
জামালদহ: মঙ্গলবার দুপুর থেকেই এক অজানা জন্তুর পায়ের ছাপ ও গর্জনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে জামালদহে। ঘটনাটি ২০২ খাসবস দ্বারিকামারি গ্রামের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকার। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান এই ‘অজানা জন্তু’টি আদতে একটি বাঘ। আর সেই বাঘ ধরতেই মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী জঙ্গল সহ চা বাগানে লাঠিসোঁটা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, […] The post Jamaldaha | থেকে থেকে রক্ত জল করা গর্জন, রহস্যময় পায়ের ছাপ! আতঙ্কে কাঁটা জামালদহ appeared first on Uttarbanga Sambad .
Curry Leaves |মিলবে একাধিক শারীরিক সমস্যার সমাধান! তবে অবশ্যই নিয়মিত খান কারিপাতা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রান্নায় কারিপাতা ফোড়ন হিসেবে ব্যবহার করা হয়। মূলত দক্ষিণি খাবারে কারিপাতার ব্যবহার বেশি। এতে রয়েছে ভরপুর পুষ্টিগুণ। তবে কারিপাতা (Curry Leaves) কাঁচা চিবিয়ে খেলে আরও বেশি উপকার হয়। কারিপাতায় রয়েছে ভিটামিন এ, বি, সি। এছাড়া ক্যালশিয়াম এবং আয়রনের মতো খনিজ রয়েছে। নিয়মিত কারিপাতা খেলে কী কী শারীরিক সমস্যার সমাধান হতে পারে, […] The post Curry Leaves | মিলবে একাধিক শারীরিক সমস্যার সমাধান! তবে অবশ্যই নিয়মিত খান কারিপাতা appeared first on Uttarbanga Sambad .
‘অরুণাচল চিনেরই’, ভারতীয় তরুণীকে ‘হেনস্তা’ বিতর্কে সাফাই ‘দুমুখো’ চিনের
আর কী জানাল বেজিং?
Barasat Medical college: মর্গ থেকে মৃতের চোখ চুরি, মমতার কনভয় দাঁড় করালেন রোগীর পরিবার, তারপরই….
CM Mamata Banerjee: জানা গিয়েছে, বারাসত মেডিক্যাল কলেজে প্রীতম ঘোষ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছিল। তাঁর বাড়িবারাসত কাজীপাড়া ১ নম্বর রেলগেট এলাকায়। মৃতের পরিবারের দাবি, মর্গ থেকে উপড়ে নেওয়া হয়েছে মৃতের চোখ। সেই নিয়ে মৃতের পরিবারের লোকজন বিক্ষোভ প্রদর্শন করছিলেন। বিক্ষোভ চলছিল যশোর রোডেও। ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর কনভয়ও যাচ্ছিল যোশোর রোড থেকে।
Indian cricket criticism: দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চরম বিপর্যয়ের মুখে ভারতীয় দল। গুয়াহাটির প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের বিপরীতে মাত্র ২০১ রানে গুটিয়ে যায় ভারত। ফলে ২৮৮ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ে রোহিত শর্মার দল। এই পরিস্থিতিতে ভারতীয় টেস্ট দলে নির্বাচনী নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও নির্বাচকসভার প্রাক্তন প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত। নিজের ইউটিউব অনুষ্ঠানে ভারতীয় দলের ধারাবাহিক খারাপ পারফরম্যান্স এবং গৌতম গম্ভীরের কোচিংয়ে দলের নির্বাচনী নীতিকে আক্রমণ করেন তিনি। “এভাবে চললে চলবে না, ধারাবাহিকতা চাই”, শ্রীকান্তের সমালোচনা শ্রীকান্ত বলেন, “প্রতি দ্বিতীয় ম্যাচেই নতুন কারও অভিষেক হচ্ছে! গম্ভীর যা বলেন বলুন, আমি এসব ন্যায্যতা শুনতে রাজি নই। একজন প্রাক্তন অধিনায়ক ও নির্বাচক হিসেবে আমি জানি নির্বাচনে ধারাবাহিকতা কতটা জরুরি।” আরও পড়ুন- Virender Sehwag Burdwan News: 'বর্ধমানে আসছি, দেখা হবে...', সেহওয়াগের আশ্বাসে উচ্ছ্বসিত সমর্থকরা তথ্য বলছে, গম্ভীর দায়িত্ব নেওয়ার পর মাত্র এক বছরে টেস্ট দলে ২৪ জন খেলোয়াড় ব্যবহার করা হয়েছে। যেখানে বিরাট কোহলির সাত বছরের নেতৃত্বে মোট খেলেছিলেন ৪১ জন ক্রিকেটার। ব্যাটিং অর্ডারে অস্থিরতা নিয়ে ক্ষোভ প্রথম টেস্টে ওয়াশিংটন সুন্দরকে No. ৩-এ ব্যাট করানো হলেও গুয়াহাটিতে তাঁকে নামানো হয় No. ৮-এ।আর ৮৭ রান করে বাদ পড়া সাই সুদর্শনকে আবার দ্বিতীয় টেস্টে ফিরিয়ে নিয়ে No. ৩-এ পাঠানো হয়, যা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। আরও পড়ুন- Gautam Gambhir Coach: লেটার মার্কস না ডাঁহা ফেল! টেস্ট ক্রিকেটে রিপোর্ট কেমন কোচ গম্ভীরের? গুয়াহাটির ব্যাটিং বিপর্যয়ে জয়সওয়াল (৫৮) ও সুন্দর (৪৮) ছাড়া আর কেউ ২৫ রান পেরোতে পারেননি। ধ্রুব জুরেল ০, অধিনায়ক ঋষভ পন্ত ৭ রানে আউট হন। নিতীশ রেড্ডিকে দলে নেওয়া ভুল সিদ্ধান্ত: শ্রীকান্ত নিতীশ রেড্ডিকে দ্বিতীয় টেস্টে ফেরানো নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। “কাকে অলরাউন্ডার বলছেন? নিতীশ রেড্ডির বোলিং দেখে কেউ কি বলবে তিনি অলরাউন্ডার?”, প্রশ্ন শ্রীকান্তের। তিনি আরও বলেন, “একটা সেঞ্চুরি করলেই কেউ অলরাউন্ডার হয়ে যায় না। তাঁর না গতি আছে, না মুভমেন্ট। তাঁকে একদিনের ক্রিকেট আর টেস্ট, কোথায় খেলানো হচ্ছে? হার্দিক পান্ডিয়ার বিকল্প নাকি?” তাঁর মতে, শুভমন গিল অনুপস্থিত থাকায় নিতীশের বদলে সারফরাজ খানকে নেওয়া উচিত ছিল। আরও পড়ুন- Kolkata Knight Riders: এই ৫ ক্রিকেটারকে দলে নিতে পারে KKR, দেখে নিন এখনই এরই পাশাপাশি অক্ষর প্যাটেলের বাদ পড়া নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শ্রীকান্ত। প্রথম টেস্টে ফিরিয়ে এনে পরের টেস্টেই অক্ষরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
Lactose Intolerance: শরীর ঠিক রাখতে দুধ খাচ্ছেন? কারা এড়িয়ে চলবেন দুধ, জানুন বিস্তারিত
Lactose Intolerance: দুধ মানুষের অন্যতম পুরোনো খাবার হলেও আজকের দিনে দুধ নিয়ে বিতর্ক কম নয়। অনেকে মনে করেন দুধ হাড় মজবুত করে। আবার অনেকের দাবি, দুধ হজমে সমস্যা তৈরি করে। বাজারে এখন গরুর দুধ থেকে শুরু করে মহিষের দুধ, সয়া দুধ, বাদাম দুধ, কম চর্বিযুক্ত দুধ—এত ধরনের অপশন থাকায় মানুষের মধ্যে দুধ নিয়ে বিভ্রান্তি আরও বেড়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দুধের গুণাগুণ অস্বীকার করার উপায় নেই, কিন্তু সবার জন্য দুধ উপযুক্ত নয়। বিশেষ করে যাঁদের দুধে থাকা ল্যাকটোজের জন্য হজমে সমস্যা হয়, তাঁদের ওপর দুধ উলটো প্রভাব ফেলতে পারে। তাই দুধ কতটা খাবেন, কেমন করে খাবেন এবং কারা দুধ খাবেন না—এসব জানা অত্যন্ত জরুরি। দুধে রয়েছে নানা উপাদান দুধে রয়েছে উচ্চমানের প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি১২, পটাসিয়াম, ফসফরাস-সহ বহু পুষ্টিকর উপাদান। যা শরীরের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত দুধ পান করলে হাড় শক্তিশালী হয়, পেশী মজবুত থাকে এবং স্নায়ু সজীব থাকে। অনেক গবেষণায় দেখা গেছে, সঠিক পরিমাণে দুধ খেলে হৃদরোগ, স্ট্রোক এবং টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। তবুও, প্রত্যেকের স্বাস্থ্যের অবস্থার ওপর নির্ভর করে দুধ নির্বাচনের নিয়ম আলাদা হওয়া উচিত। আরও পড়ুন- গোলাবাড়ির মটন কষা রেসিপি, ঘরেই পান কলকাতার ঐতিহ্যবাহী রেস্তোরাঁর রান্নার স্বাদ দুধ পান করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুধ ফুটিয়ে নেওয়া। কয়েক মিনিট ফুটিয়ে নিলে ব্যাকটেরিয়া নষ্ট হয় এবং খাওয়া তখন নিরাপদ। তবে খুব বেশি ফুটালে পুষ্টি উপাদান নষ্ট হতে পারে। তাই মাঝারি আঁচে গরম করাই উপযুক্ত। বয়সভেদে দুধের পরিমাণও আলাদা হওয়া দরকার। পাঁচ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত মানুষ প্রতিদিন চারশো মিলিলিটার দুধ গ্রহণ করতে পারে। চল্লিশের বেশি বয়সীদের জন্য স্কিম মিল্ক বা কম চর্বিযুক্ত দুধ স্বাস্থ্যসম্মত। কিশোর–কিশোরীরা মাঝারি চর্বিযুক্ত দুধ খেতে পারে এবং বয়স্কদের জন্য কম চর্বিযুক্ত বা স্কিম মিল্ক সবচেয়ে ভালো। আরও পড়ুন- কতক্ষণ আছে বিবাহ পঞ্চমী, এই তিথিতে কোন নৈবেদ্য দিলে পুণ্য ও বৈবাহিক সুখ মেলে? আয়ুর্বেদ মতে রাতে ঘুমানোর আগে দুধ পান করলে ঘুম ভালো হয় এবং খাবার হজম করতে সুবিধা হয়। রাতে শরীরের কর্মক্ষমতা কম থাকে বলে দুধের ক্যালসিয়াম সহজে শোষিত হয়। তবে দুধ সবার জন্য নয়। যাঁদের ল্যাকটোজ অ্যালার্জি রয়েছে, তাঁদের জন্য দুধ খাওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। দুধ খাওয়ার পর পেট ফোলা, গ্যাস, ডায়েরিয়া বা পেট ব্যথা হলে এটা ল্যাকটোজ অসহিষ্ণুতার লক্ষণ হতে পারে। এ ধরনের মানুষকে সাধারণত ল্যাকটোজ–মুক্ত দুধ বা উদ্ভিজ্জ দুধপানের পরামর্শ দেওয়া হয়। হৃদরোগ বা হাই কোলেস্টেরল–যুক্ত মানুষদেরও কম চর্বিযুক্ত দুধ বেছে নেওয়া উচিত। ক্যানসারের ঝুঁকিতে থাকা মানুষ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য কখনও কখনও দুধ সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়, যা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী খাওয়া উচিত। আরও পড়ুন- শীতে নাক-বন্ধ, কাশি-সর্দি? ঘরেই আছে মহৌষধ! এই ৫ দারুণ টোটকায় বাজিমাত! দুধ বাছাই করার সময় বাজার থেকে অতিরিক্ত পরিমাণে দুধ না কিনে প্রয়োজন অনুযায়ী কিনে তাৎক্ষণিক ব্যবহার করাই উচিত। দীর্ঘদিন ফ্রিজে রাখা দুধ কখনও কখনও অ্যালার্জি বা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। গরুর দুধ, মহিষের দুধ, সয়া দুধ বা কম চর্বিযুক্ত দুধ—সবগুলিই উপকারী। তবে কোন দুধ কার জন্য উপযুক্ত তা নির্ভর করে ব্যক্তির বয়স, স্বাস্থ্যের অবস্থা এবং চিকিৎসকের পরামর্শের ওপর। যাঁরা দুধ হজম করতে পারেন না, তাঁদের ক্ষেত্রে বিকল্প হিসাবে দই একটি ভালো অপশন। দই হজমে সহজ এবং এতে প্রোবায়োটিক থাকে যা পেটের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। দুধ খেলে যদি অস্বস্তি হয়, তবে দই বা পনিরের মত ফারমেন্টেড দুগ্ধজাত খাবার খাওয়া যেতে পারে। আরও পড়ুন- সকালে ভুলেও খালিপেটে খাবেন না চা-কফি, ঘটতে পারে মহাবিপদ! শেষে বলা যায়, দুধ যেমন উপকারী, তেমনই সবার জন্য উপযোগী নয়। কারও দুধ দরকার, কারও দরকার বিকল্প খাবার। তাই দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হলে প্রথমে নিজের স্বাস্থ্য–অবস্থা বুঝতে হবে। সঠিক পরিমাণ এবং সঠিক ধরনের দুধ নির্বাচন করলে দুধ স্বাস্থ্যের সঙ্গী হতে পারে।
Dinner |দেরিতে নয়, শীতে ডিনার সারুন তাড়াতাড়ি! এতে কী উপকার হবে শরীরের?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেরিতে ডিনার (Dinner) করার অভ্যাস থাকে অনেকেরই। তবে শীতেও যদি রাতের খাবার দেরিতে খাওয়া হয়, তবে শরীরে অস্বস্তি হতে পারে। রাতের খাবার সঠিক সময়ে খাওয়ার উপর স্বাস্থ্যের উন্নতি নির্ভর করে। শীতে কেন দ্রুত ডিনার করবেন? শীতকালে সূর্যাস্ত তাড়াতাড়ি হয়। আর দেহে সেরোটোনিনের মাত্রা কমলে আলস্য অনুভূত হতে পারে। তার ফলে অনেকেই […] The post Dinner | দেরিতে নয়, শীতে ডিনার সারুন তাড়াতাড়ি! এতে কী উপকার হবে শরীরের? appeared first on Uttarbanga Sambad .
Nagrakata |আগুনে ভস্মীভূত বসত বাড়ি, সর্বস্ব হারিয়ে পথে বসলেন কৃষক ভুপেন রায়
নাগরাকাটা: আগুনে ভস্মীভূত গোটা বাড়ি। সর্বস্বান্ত হল একটি পরিবার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে নাগরাকাটার (Nagrakata) আংরাভাসা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব খয়েরকাটায়। ক্ষতিগ্রস্ত পরিবারটির গৃহকর্তার নাম ভুপেন রায়। তিনি পেশায় কৃষক। তাঁর বাড়ির দুটি ঘরই ভস্মীভূত হয়ে যায়। একটি ঘরের পাশে কয়েক বিঘা জমির সদ্য কেটে আনা ধান স্তুপ করে রাখা ছিল। আগুনে পুরো […] The post Nagrakata | আগুনে ভস্মীভূত বসত বাড়ি, সর্বস্ব হারিয়ে পথে বসলেন কৃষক ভুপেন রায় appeared first on Uttarbanga Sambad .
‘সময়ের দাম নেই?’, সোনালি বিবির পুশব্যাক মামলায় ‘সুপ্রিম’তুলোধোনা
আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।
প্রায় ৭ দশক পর বাংলার জঙ্গলে দেখা মিলল লুপ্তপ্রায় কস্তুরী মৃগের, সতর্ক বনদপ্তর
১৯৫৫ সালে শেষবার দার্জিলিংয়ের সিঙ্গালিলা জাতীয় উদ্যানে কস্তুরী মৃগের দেখা মিলেছিল।
আতঙ্কের নাম পিটবুল! শিশুর কান ছিঁড়ে খেল সারমেয়
গ্রেপ্তার করা হয়েছে পোষ্যটির মালিককে।
আজ রাতেই অন্তরা মিত্রর বিয়ে, কার গলায় মালা দেবেন জনপ্রিয় গায়িকা?
পরিবার, ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন অন্তরা।
ঘোষিত টি-২০ বিশ্বকাপের সূচি, ফাইনাল সেই আহমেদাবাদেই, ভারত-পাক মহারণ কবে?
কোথায় সেমিফাইনাল?
Heritage |হেরিটেজের দায়িত্বে বিশেষজ্ঞ সংস্থা
পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: রাজ্যের ঐতিহাসিক ও হেরিটেজ (Heritage) স্থাপত্য সংস্কার করে রক্ষণাবেক্ষণের জন্য দেশের ২৭টি বিশেষজ্ঞ সংস্থার নাম তালিকাভুক্ত করল পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশন (West । কলকাতার বাইরে মুম্বই, দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিশাখাপত্তনম থেকে এই সংস্থাগুলিকে বেছে নেওয়া হয়েছে। এখন থেকে রাজ্যের হেরিটেজ সম্পত্তি সংস্কার, মেরামত এবং রক্ষণাবেক্ষণ ওই সংস্থাগুলির মাধ্যমেই করা হবে বলে কমিশন […] The post Heritage | হেরিটেজের দায়িত্বে বিশেষজ্ঞ সংস্থা appeared first on Uttarbanga Sambad .
India vs South Africa Test Match: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ইতিমধ্যে এমন একটি কৃতিত্ব অর্জন করেছে, যা ইতিপূর্বে ভারতের মাটিতে কেউ কোনওদিন করতে পারেনি। টেম্বা বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল (IND vs SA) আপাতত অসাধারণ পারফরম্য়ান্স করছে। আর সেইসঙ্গে ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়ার ৩১ বছরের পুরনো একটি রেকর্ড। দুই টেস্ট ম্য়াচের এই সিরিজে ভারত (Indian Cricket Team) ইতিমধ্যে প্রথমটা হেরে গিয়েছে। এবার দ্বিতীয় টেস্ট ম্য়াচও দক্ষিণ আফ্রিকা কার্যত নিজেদের পকেটে পুরে ফেলেছে। IND vs SA 2nd Test, 4th Day Live Updates: শেষ চতুর্থ দিনের খেলা, আপাতত ঈশ্বরই বাঁচাতে পারে টিম ইন্ডিয়াকে চতুর্থ দিনের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা চতুর্থ ইনিংসে ভারতের সামনে জয়ের জন্য ৫৪৯ রানের টার্গেট দিয়েছে। আর দিনের শেষে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ২৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে। এবার ম্য়াচের অন্তিম দিনে ভারতীয় ব্যাটাররা কত রান করতে পারেন, সেটাই আপাতত দেখায়। এই পরিস্থিতি থেকে জয়ের আশা করা একেবারে বৃথা। India vs South Africa 2nd Test: টিম ইন্ডিয়ার গায়ে 'কলঙ্কের দাগ'! টেস্ট ইতিহাসে লজ্জার দোরগোড়ায় ঋষভরা এই প্রথমবার ভারতের বিরুদ্ধে কোনও দল এত বিশাল রানের লিড নিল টেম্বা বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে আপাতত এক পাহাড় সমান টার্গেট খাড়া করেছে। দক্ষিণ আফ্রিকা এই রেকর্ড সম্পর্কে আদৌ জানে কি না, তা নিয়ে অবশ্যই সন্দেহ থাকতে পারে। কিন্তু, এই দল ইতিমধ্যে ইতিহাস কায়েম করে ফেলেছে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ভারতের বিরুদ্ধে ৫৪৮ রানের লিড অর্জন করেছে। ইতিপূর্বে ভারতে খেলতে এসে অন্য কোনও দল দ্বিতীয় ইনিংসে এত বড় রানের লিড নিতে পারেনি। ইতিপূর্বে, এই রেকর্ডটি অস্ট্রেলিয়ার দখলে ছিল। ২০০৪ সালে অস্ট্রেলিয়া নাগপুর টেস্টে ভারতের বিরুদ্ধে ৫৪২ রানের লিড নিয়েছিল। কিন্তু, ৩১ বছর পর সেই রেকর্ডটি ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা। Rishabh Pant Out Criticism: 'দায়িত্বজ্ঞানহীন, যোগ্যতাই নেই ক্যাপ্টেন হওয়ার...', সমর্থকদের তোপের মুখে ঋষভ দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করল প্রোটিয়া ব্রিগেড গুয়াহাটি টেস্ট ম্য়াচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ৪৮৯ রান করেছিল। এরপর ব্যাট করে টিম ইন্ডিয়া। কিন্তু, তারা মাত্র ২০১ রানে অলআউট হয়ে যায়। এরপর শুরু হয় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। পাঁচ উইকেট হারিয়ে তারা ২৬০ রান করেছে। এরপর ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এবার ভারতকে এই ম্য়াচ জিততে হলে ৫৪৯ রান করতে হবে। যা এককথায় অসম্ভব। এখন এটাই দেখার যে টিম ইন্ডিয়া এই ম্য়াচটা আদৌ ড্র করতে পারে কি না। যদিও সেক্ষেত্রে সিরিজ হারতে হবে তাদের। অন্তত হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে পারবে। Gautam Gambhir Coach: লেটার মার্কস না ডাঁহা ফেল! টেস্ট ক্রিকেটে রিপোর্ট কেমন কোচ গম্ভীরের? শতরান হাতছাড়া করলেন ট্রিস্টান স্টাবস দক্ষিণ আফ্রিকা এত দেরি করে ইনিংস ডিক্লেয়ার করার পিছনে একটি কারণ রয়েছে। ট্রিস্টান স্টাবসের শতরানের জন্য তারা অপেক্ষা করছিল। কিন্তু, সেই স্বপ্ন অধরাই রইল এই প্রোটিয়া ব্যাটারের। এরপর আর দেরি না করে ইনিংস ডিক্লেয়ার করে দেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা। স্টাবস দ্বিতীয় ইনিংসে ১৮০ বল খেলে ৯৪ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে একটি ছক্কা এবং ৯ চার দেখতে পাওয়া গিয়েছে। ইতিপূর্বে, জোরজি ৪৯ রান করে আউট হয়ে যান। তিনিও নিজের হাফসেঞ্চুরি পূরণ করতে পারেননি।
বারাসত মেডিক্যালের মর্গে চোখ ‘চুরি’, বিক্ষোভে আটকে মুখ্যমন্ত্রী, পরিজনকে চাকরির আশ্বাস
অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের কঠোর শাস্তির কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের কঠোর শাস্তির কথা বলেছেন তিনি।
Mahakal Temple |মহাকাল মন্দিরে মন্ত্রীসভার সিলমোহর
স্বরূপ বিশ্বাস, কলকাতা: দিঘার পর উত্তরবঙ্গ। ধর্মীয় পর্যটনের আরেক সরকারি উদ্যোগ। ঘোষণাটা আগেই ছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, শিলিগুড়িতে মহাকাল মন্দির (Mahakal Temple) হবে। সেই ঘোষণায় সোমবার সিলমোহর দিল রাজ্য মন্ত্রীসভা। শিলিগুড়ি শহরের অদূরে মন্দির নির্মাণে ১৭.৪১ একর জমির অনুমোদন দেওয়া হল। যাকে কেন্দ্র করে গড়ে উঠবে সাংস্কৃতিক ট্যুরিজম। মন্ত্রীসভার বৈঠকের পর অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, […] The post Mahakal Temple | মহাকাল মন্দিরে মন্ত্রীসভার সিলমোহর appeared first on Uttarbanga Sambad .
Samuktala |রাগ করে হেঁটেই ১২ কিমি পথ পাড়ি! মায়ের বকা খেয়ে বাড়ি ছাড়ল খুদে
রাজু সাহা, শামুকতলা: কথায় বলে, মায়ের থেকে মাসির দরদ বেশি। সত্যিই কি তাই? একথা হয়তো বলতে পারবে মাঝেরডাবরির সেই নাবালক। ৯ বছরের সেই বালক মায়ের বকা খেয়ে বাড়ি ছেড়ে সটান চলে গিয়েছিল দূরসম্পর্কের এক মাসির বাড়িতে। আর সেজন্য ১২ কিমি পথ পাড়ি দিয়েছিল হেঁটে হেঁটে। একা একাই। ওই বালকের বাড়ি শামুকতলা থানার (Samuktala) মাঝেরডাবরি গ্রাম […] The post Samuktala | রাগ করে হেঁটেই ১২ কিমি পথ পাড়ি! মায়ের বকা খেয়ে বাড়ি ছাড়ল খুদে appeared first on Uttarbanga Sambad .
মাথার পিছনে গুলির দাগ, মালদহে তৃণমূল কর্মী ‘খুনে’র নেপথ্যে ব্যবসায়িক লেনদেন?
সোমবার বিকেলের পর থেকে নিখোঁজ হয়ে যান ওই তৃণমূল কর্মী।
Recipe |সন্তানের স্বাস্থ্যে নিয়ে চিন্তা? বাড়িতেই বানিয়ে নিন চকোলেট
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আপনার সন্তান কি চকোলেটের জন্য বায়না করে? অথচ আপনি চান না বাইরের চকোলেট সে খাক? তাহলে এই রেসিপি আপনার ভীষণ দরকার। রেসিপির সেই অর্থে কোনও নাম নেই। তবুও বলা যেতে পারে ‘হোমমেড চকোলেট।’ চলুন তাহলে দেখ নিই কীভাবে বাড়িতেই চকোলেট বানাবেন। বাড়িতে চকোলেট বানাতে লাগবে কাজু, পেস্তা, কিশমিশ, কাঠবাদাম, ডার্ক চকোলেট, […] The post Recipe | সন্তানের স্বাস্থ্যে নিয়ে চিন্তা? বাড়িতেই বানিয়ে নিন চকোলেট appeared first on Uttarbanga Sambad .
Manipur |মণিপুরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে বাস্তুহারারা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মণিপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালেন ঘরে ফিরতে চাওয়া বাস্তুচ্যুত বাসিন্দারা। সোমবার ইম্ফল পূর্ব জেলার পুখাও ও দোলাইথাবি বাঁধের কাছে ত্রাণশিবিরে অবস্থানরত কয়েকশো ঘরছাড়া মানুষের সঙ্গে ধস্তাধস্তি বাধে নিরাপত্তাবাহিনীর। সোমবার একৌ, দোলাইথাবি এবং ইয়েংপুমান এলাকার ত্রাণশিবিরগুলি থেকে ঘরে ফেরার জন্য রওনা দেন ঘরছাড়ারা। কয়েকশো মানুষ আশ্রয়শিবির ছেড়ে বেরোতেই নিরাপত্তাবাহিনী তাঁদের পথ আটকায়। […] The post Manipur | মণিপুরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে বাস্তুহারারা appeared first on Uttarbanga Sambad .
Bardhaman |বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলাকে নতুন অন্ন উৎসর্গ, রাঢ়বঙ্গে নবান্ন উৎসবের সূচনা
প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: নতুন ধান ঘরে তোলার পর রাঢ়বঙ্গে নবান্ন উৎসব (Nabanna Festival) পালন করা হয়। রাজ্যের শস্যগোলা হিসাবে পরিচিত পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বাসিন্দারা তাঁদের জমি থেকে তোলা নতুন অন্ন প্রথম বর্ধমানের (Bardhaman) অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলাকে উৎসর্গ করেন। সেইমতো সোমবার অগ্রাহয়ণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নবান্নের বিশেষ পুজো অনুষ্ঠিত হল। […] The post Bardhaman | বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলাকে নতুন অন্ন উৎসর্গ, রাঢ়বঙ্গে নবান্ন উৎসবের সূচনা appeared first on Uttarbanga Sambad .
‘মুখ্যমন্ত্রী বদলের জল্পনায় ইতি টানুন’, রাহুল-খাড়গের উপর চাপ বাড়ালেন সিদ্দা
কর্নাটকে ক্ষমতাসীন কংগ্রেসের দুই শিবিরে ঝগড়া কার্যত রাস্তায় নেমে এসেছে।
Chief Justice Surya Kant |‘ভাবিইনি কোনওদিন বিচারপতি হব’, পর্ণকুটির থেকে স্বর্ণ সিংহাসনে সূর্য কান্ত
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ি প্রধান বিচারপতি বিআর গাভাই অবসর নেওয়ার পর সোমবার ৫৩ তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন তিনি। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করান। হিন্দি ভাষায় বিচারপতি কান্ত শপথ নেন। তাঁর বাবা ছিলেন সংস্কৃতের শিক্ষক। আইনি […] The post Chief Justice Surya Kant | ‘ভাবিইনি কোনওদিন বিচারপতি হব’, পর্ণকুটির থেকে স্বর্ণ সিংহাসনে সূর্য কান্ত appeared first on Uttarbanga Sambad .

15 C