‘বছরের সেরা রিইউনিয়ন’, মাহি-বিরাটের ‘লং ড্রাইভে’র ভিডিও ভাইরাল হতেই মুগ্ধ নেটদুনিয়া
রবিবার রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে ভারত।
Holidays 2026: পুজোতে আর মিলছে না টানা ছুটি! ২০২৬-এর ক্যালেন্ডারে বড় পরিবর্তন
Bengal govt holiday list: ২০২৫ সালে সরকারি কর্মচারীরা দুর্গাপূজায় টানা ১৪ দিনের ছুটি পেয়েছিলেন। তবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে কমে যাচ্ছে পুজোর ছুটি। রবিবারের গেরোয় সেই ছুটির সংখ্যা ১৪ দিন থেকে কমে দাঁড়াচ্ছে ১২ দিনে। রাজ্যের অর্থ দপ্তর প্রকাশিত নতুন ছুটির তালিকায় এই তথ্য স্পষ্ট হয়েছে। অর্থ দপ্তর জানিয়েছে, আগামী বছর দুর্গাপূজার ছুটি শুরু হবে ১৫ অক্টোবর চতুর্থীর দিন থেকে এবং চলবে ২৬ অক্টোবর লক্ষ্মীপূজোর পরের দিন পর্যন্ত। এর মধ্যে ২২, ২৩ ও ২৪ অক্টোবর অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। আরও পড়ুন- West Bengal News Live Updates: হাওড়ায় তৃণমূলের প্রধানকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে এছাড়া ২০২৬ সালে কালীপুজো ও ভাইফোঁটা মিলিয়ে পাঁচ দিনের ছুটি থাকলেও কালীপুজো রবিবার পড়ায় কার্যত একদিন ছুটি কমে যাচ্ছে। আগামী বছর কালীপুজো ৮ নভেম্বর এবং সেই ছুটি থাকবে ১২ নভেম্বর পর্যন্ত। আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর? নতুন ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উৎসব পড়েছে রবিবারে। যেমন শিবরাত্রি, সপ্তমী, লক্ষ্মীপূজা, ছট পুজো, বিরসা মুন্ডা জন্মজয়ন্তী। ফলে এই দিনগুলিতে সরকারি কর্মচারীরা অতিরিক্ত ছুটি পাবেন না। আরও পড়ুন- Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে এবার মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর, অভাবনীয় পদক্ষেপে খুশির জোয়ার! এছাড়াও আগামী বছর শনিবার পড়েছে ঈদ, স্বাধীনতা দিবস, মহালয়া ও রবীন্দ্রজয়ন্তী। যেহেতু শনিবার অনেক সরকারি দপ্তর এমনিতেই বন্ধ থাকে, তাই এই দিনগুলিতেও আলাদা ছুটি ঘোষণার সম্ভাবনা নেই।রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তাই ইতিমধ্যেই পুজোর ছুটি কমে যাওয়া নিয়ে ক্ষোভ ও হতাশার সুর শোনা যাচ্ছে।
Kasba News: কাউন্সিলরের বাড়ির অদূরে চলল গুলি! নেপথ্যে কারা?
Kasba News Update: কাউন্সিলরের বাড়ির অনতিদূরে। ঘটনা কসবার। সেখানে কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির অনতিদূরেই হল চলল গুলি। অভিজিৎ নাইয়া নামে এক যুবক লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী। বাঁ হাতে গুলি লাগে যুবকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
শর্তসাপেক্ষে রাজ্যকে জল জীবন মিশনের অর্থ দিতে রাজি কেন্দ্র, প্রস্তুতি শুরু করেও আশঙ্কায় নবান্ন
এই প্রকল্পে রাজ্যগুলিকে 'স্কিমভিত্তিক অর্থ' দেওয়া হবে বলে ঠিক হয়েছে।
Left Front: আলোচনায় উঠল না কংগ্রেস-আইএসএফের নাম, ছাব্বিশে বৃহত্তর বাম জোটের ভাবনা বিমানদের
Left front meeting: এর আগে এক বৈঠকে বামফ্রন্টের বেশিরভাগ শরিক কংগ্রেসকে বাদ দিয়েই ছাব্বিশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পক্ষে সওয়াল করেছিল। সেই বৈঠকে ফরওয়ার্ড ব্লক ও আরএসপি কংগ্রেসের সঙ্গে জোটে না যাওয়ার দাবি জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, সাতাত্তর সালে তারা যেসব আসনে লড়েছিল, সেই আসনগুলি তাদের দেওয়া হোক।
সারের অপেক্ষায় ২ দিন ধরে একঠায় লাইনে! প্রৌঢ়ার মৃত্যু বিজেপিশাসিত মধ্যপ্রদেশে
ডাক এল না, মৃত্যু এল!
হিমন্তর নেতৃত্বে অনাস্থা, উত্তর-পূর্বে তৈরি হচ্ছে এনডিএ শরিকদের বিকল্প জোট ‘ওয়ান নর্থ-ইস্ট’
জোটসঙ্গীদের দুর্বল করে দেয় বিজেপি, অভিযোগ তুলে উত্তর পূর্বাঞ্চল গণতান্ত্রিক জোট ছাড়ছে উত্তর-পূর্বের একাধিক দল।
Bratya Basu on Dharmendra: ধর্মেন্দ্র তো হিম্যান, অমিতাভ কি উম্যান?: ব্রাত্য
Bratya Basu: নিঃশব্দে চলে গেলেন বলিউডের 'হি-ম্যান'। দীর্ঘ অসুস্থতার পর সোমবার প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। কিংবদন্তি অভিনেতার প্রয়াণের পর বলিউডে তৈরি হয়েছে মন খারাপের আবহ। নেমেছে অন্ধকার। ধর্মেন্দ্রকে 'শ্রদ্ধাজ্ঞাপন' করেছেন ব্রাত্য বসু।
Pakistan Cricket Team: দেশের মাটিতে ফের 'বেইজ্জত' পাকিস্তান, মান-সম্মান মিশল ধুলোয়!
Pakistan Cricket Team: ত্রিদেশীয় সিরিজে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শ্রীলঙ্কা এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচটি রাওয়ালপিণ্ডিতে আয়োজন করা হয়। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় খাড়া করেছিল। লঙ্কা ব্রিগেডের হয়ে কামিল মিশারা অর্ধ শতরানের ইনিংস খেলেন। অন্যদিকে, কুশল মেন্ডিস ৪০ রানের গুরুত্বপূর্ণ সঙ্গত দেন। পাকিস্তানের হয়ে সলমান আলি আঘা ছাড়া আর কেউই সেভাবে নজর কাড়তে পারেননি। শ্রীলঙ্কা ৬ রানে জয়লাভ করে এই ম্য়াচে। India vs Pakistan: টি-২০ বিশ্বকাপে হাত মেলাতেই হবে ভারত-পাকিস্তানকে! কী বলছে ICC-র নিয়ম? শ্রীলঙ্কা করেছিল ১৮৪ রান দলের ওপেনার ৭ বলে মাত্র ৮ রান করে প্য়াভিলিয়নে ফিরে যান। এরপর কামিল মিশারা ৪৮ বলে ৭২ রানের একটি বিধ্বংসী ইনিংস দলকে উপহার দেন। তিনি ৬ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন। এই ম্যাচে মিশারাকে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যাচ্ছিল। মাঠের চারিদিকে শট খেলেন তিনি। শেষপর্যন্ত আবরার আহমেদ তাঁর উইকেট শিকার করেন। Sri Lanka vs Pakistan: পুড়ে ছারখার লঙ্কা সাম্রাজ্য, তৃতীয় টি-২০'তে সহজ জয় পাকিস্তানের এছাড়া কুশল মেন্ডিস ২৩ বলে ৪০ রান করেন। অন্যদিকে, কুশল পেরেরার ব্যাট থেকে বেরিয়ে আসে মাত্র ৬ রান। শেষবেলায় জানিথ লিয়ানাগে ২৪ বলে ২৪ রান করেন। অন্যদিকে, অধিনায়ক দাসুন শনাকা ১০ বলে ১৭ রানের ইনিংস খেলেন। ২০ ওভার শেষে শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করেন। পাকিস্তানের হয়ে জোড়া উইকেট শিকার করেন আবরার আহমেদ। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সলমান মির্জ়া এবং সায়েম আইয়ুব। India vs Pakistan: এশিয়া কাপ সেমিফাইনালে হবে না ভারত-পাকিস্তান লড়াই! পিছনে রয়েছে এই বিশেষ কারণ পাকিস্তানের কপালে জুটল লজ্জার হার ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান ক্রিকেট দল শুরুটা একেবারে ভাল করতে পারেনি। সাহিবজাদা ফারহান ৭ বলে ৯ রান করেন। অন্যদিকে সায়েম আইয়ুব করেন ১৮ বলে ২৭ রান। এছাড়া বাবর আজম (Babar Azam) রানের খাতা খুলতে পারেননি। ২ বল খেলে তিনি ০ রান করেন। তবে সলমান আলি আগার (Salman Ali Agha) ব্যাট থেকে একটি ঝকঝকে অর্ধশতরান বেরিয়ে আসে। Pakistan Cricket Team: আউট হতেই রেগে ফায়ার, ভাঙচুর ক্রিকেটের সরঞ্জাম! ICC-র রোষানলে পাক তারকা ক্রিকেটার তিনি ৪৪ বলে অপরাজিত ৬৩ রানের একটি ঝকঝকে ইনিংস দলকে উপহার দেন। যদিও শেষপর্যন্ত উইকেটে থেকেও তিনি দলকে জেতাতে পারলেন না। এছাড়া উসমান খান ২৩ বলে ৩৩ রান করেছেন। পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে।
হাওড়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ২
দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
গ্রিন কার্ডের ইন্টারভিউ শেষ হতেই গ্রেপ্তার! ট্রাম্পের আমেরিকায় সংকটে অভিবাসীরা
ইন্টারভিউ শেষ হতেই হাতকড়া পরিয়ে গ্রেপ্তারি ঘিরে বাড়ছে বিতর্ক।
Nepal |নেপালের নতুন ১০০ টাকার নোটে ভারতের ভূখন্ড দেখানোয় বিতর্ক
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে নেপাল (Nepal)। ভারতের উত্তরাখণ্ডের একটি অংশকে নিজেদের বলে দাবি করে সেই জায়গার ছবি সহ নতুন নোট ছাপাল নেপালের কেন্দ্রীয় ব্যাংক। তবে তারা বছর পাঁচেক আগে থেকে ভারতের ওই জায়গাটিকে নিজেদের বলে দাবি করে আসছিল। তখন নতুন মানচিত্রও প্রকাশ করেছিল। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। ফের সেই মানচিত্রের (Map) ছবি […] The post Nepal | নেপালের নতুন ১০০ টাকার নোটে ভারতের ভূখন্ড দেখানোয় বিতর্ক appeared first on Uttarbanga Sambad .
BLO: হঠাৎ বুকে ব্যাথা, একটানা কাজের মাঝেই মৃত্যু BLO-র
BLO Death: জাকির হোসেন গত কয়েকদিন ধরেই নিরন্তর মাঠ পর্যায়ে তালিকা সংশোধনের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎই বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই শিক্ষকের।
নতুন ভোটারদের নাম তুলতে বাধ্যতামূলক আধার, নিয়মে বড়সড় বদল কমিশনের
এবার থেকে আর অফলাইনে নাম তুলতে পারবেন না নতুন ভোটাররা।
West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর?
Cyclone Ditwa: ঘূর্ণিঝড় সেনিয়ারের বিপদ কাটার পর ফের একবার চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগর। তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ৩০ নভেম্বর এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। বর্তমানে ডিটওয়া তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র উপকূল বরাবর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে আগামী কয়েক দিন তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় তীব্র বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত আবহাওয়াবিদরা মনে করছেন, পশ্চিমবঙ্গের কোনও জেলায় সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই। আরও পড়ুন- Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে এবার মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর, অভাবনীয় পদক্ষেপে খুশির জোয়ার! নভেম্বরের শেষ প্রান্তে এলেও এখনও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নামেনি। শুধু দার্জিলিং ও কালিম্পংয়ে শীতের অনুভূতি তীব্র হলেও, রাজ্যের অন্যত্র এখনও হাড়কাঁপানো ঠান্ডা অধরা। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় রাতে তাপমাত্রা নামছে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসে, তবে তা সেভাবে স্থায়ী হচ্ছে না। আরও পড়ুন- Malda News: সালিশি সভায় নৃশংস খুন! জমি নিয়ে পুরনো বিরোধের জেরে অতর্কিতে হামলা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। বরং শীতের অনুভূতি আরও খানিকটা হালকা হতে পারে। ভোরের দিকে বিভিন্ন জেলায় হালকা কুয়াশা, এরপর বেলা বাড়লে রোদের তেজে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় কথা, আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের কোথাও। শীত নামার জন্য এখনও অপেক্ষা করতেই হবে বাঙালিকে। আরও পড়ুন- liquor price: ১ ডিসেম্বর থেকেই বাড়ছে মদের দাম, নতুন বছরেই বড় চাপ পকেটে
Helen-Don Karim Lala: বলিউডের অন্যতম সেরা নৃত্যশিল্পী হেলেন। আইকনিক ডান্সার হয়ে ওঠার আগে ব্যক্তিগত সংকটে পড়েছিলেন সলমনের সৎ মা। প্রাক্তন স্বামী পরিচালক পি. এন. অরোরা হেলেনকে তাঁরই বাড়ি থেকে বের করে দেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হেলেন আশ্রয় নেন এমন এক জায়গায় যা শুনলে চমকে উঠবেন। রাকেশ মারিয়ার লেখা নতুন বই 'When It All Began: The Untold Stories of the Underworld'। উল্লেখ্য, হেলেনকে আশ্রয় দিলেন 'ডন' করিম লালা। প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার রাকেশ মারিয়া এই বইটিতে করিম লালা, হাজি মস্তান, দিলীপ আজিজদের মতো ডনদের উত্থান-পতনের গল্প বলেছেন। হেলেনকে তাঁর নিজের বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য লালার হস্তক্ষেপের অধ্যায়ও রয়েছে এই বইতে। বইটিতে বলা হয়েছে, এই মাসে ৮৭ বছরে পা দিয়েছেন হেলেন। ১৯৩৮ সালে রেঙ্গুনে জন্মগ্রহণ করেন এবং যুদ্ধবিধ্বস্ত বার্মা থেকে পালিয়ে মুম্বই আসেন। আর্থিক সংকটের জন্যই চলচ্চিত্র জগতে এন্ট্রি নেন। পাঁচের দশক থেকে তিনি হয়ে ওঠেন ৭০০-র বেশি ছবির এক অসামান্য পারফর্মার। তবে পর্দার আড়ালে হেলেন তখন ছিলেন এক তরুণী যিনি বয়সে অনেকখানি বড় অরোরার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এবং তাঁরই হাতে তুলে দিয়েছিলেন নিজের সমস্ত সম্পত্তির দায়িত্ব। রাকেশ মারিয়ার বইতে আরও লেখা আছে, অসামান্য প্রতিভার অধিকারীনি ছিলেন হেলেন। ১৯৫৮ সালে মাত্র উনিশ বছর বয়সে তিনি প্রথম ভাল সুযোগটা পেয়েছিলেন। ধীরে ধীরে অনেক ভাল ছবির প্রস্তাব আসে তাঁর কাছে। তাঁর অভিনীত ছবির সংখ্যা দাঁড়ায় প্রায় ৭০০-রও বেশি। কিন্তু তাঁর সম্পত্তির নিয়ন্ত্রণ ছিল অরোরার হাতে। হেলেনের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন। কিন্তু, হেলেন চুপচাপ সেই অত্যাচার সহ্য করতেন। শেষ পর্যন্ত সম্পর্কের তিক্ততা এমন জায়গায় পৌঁছায় যে অরোরা হেলেনের নিজের সম্পত্তি ফিরিয়ে দিতে অস্বীকার করেন এবং একদিন তাঁকে বাড়ি থেকে বের করে দেন। অসহায় হেলেন সাহায্য চান তাঁর ঘনিষ্ঠ বন্ধু শিল্পী দিলীপ কুমার ও অভিনেতা-লেখক সেলিম খানের কাছে। দিলীপ কুমার প্রথমে নিজেই ডন করিম লালার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ব্যর্থ হলে তিনি লালার উদ্দেশে একটি নোট লিখে হেলেনকে সেটি নিয়ে তাঁর কাছে যেতে বলেন। আরও পড়ুন মান-অভিমানের বরফ গললে সম্পর্ক চায় উষ্ণতার ছোঁয়া, কেমন হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'ডিপ ফ্রিজ'? আফগানিস্তানে জন্ম নেওয়া করিম লালা ১৯২০-এর দশকে মুম্বয়ের একজন সাধারণ শ্রমিক থেকে ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্যের প্রধানে পরিণত হন। 'পাঠান গ্যাং'-এর নেতৃত্বে তিনি ১৯৬০ থেকে ৮০'র দশক পর্যন্ত মদ, জুয়া, চাঁদাবাজির ব়্যাকেট চালাতেন। তবে ব্যক্তিগত জীবনে তিনি কিছু নীতিকে কঠোরভাবে মেনে চলতেন, বিশেষ করে মহিলাদের প্রতি সম্মান। আরও পড়ুন প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন, সেলিম খানের পাশে বসে হাসি মুখে পোজ সলমনের সৎ মা হেলেনের! বইটিতে বলা হয়েছে, করিম লালার দরবারে যখন হেলেন আসেন জনতা তাঁকে চিনে ফেলেছিল। যদিও করিম লালা খুব একটা সিনেমা দেখতেন না। নোটটি দেখে তিনি হেলেনকে তাঁর স্ত্রী ফাতিমার কাছে নিয়ে যেতে বলেন এবং কিছুক্ষণ পরে নিজেই কথা বলার জন্য এগিয়ে আসেন। হেলেন তাঁর দুর্দশার কথা ব্যাখ্যা করেন। করিম লালা বুঝতে পারেন হেলেন সত্যি কথা বলছেন। আরও পড়ুন প্রয়াত স্ত্রীর সঙ্গে জন্মদিন সেলিব্রেশন! শেফালির স্মৃতি উসকে ভিডিও ভাগ করে পরাগ লিখলেন.... তিনি প্রতিশ্রুতি দেন যে হেলেন তাঁর বাড়ি ফিরে পাবেন এবং তাঁকে দু'ঘণ্টা পরে সেখানে যেতে বলেন। এরপর যা ঘটেছিল, তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল হেলেন। বাড়িতে ফিরে দেখেন অরোরা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তাঁর সব জিনিসপত্র রেখে এবং চাবি পাহারাদারের কাছে রেখে গিয়েছেন। ২০০২ সালে করিম লালার মৃত্যুতে মুম্বইয়ের এক যুগের অবসান ঘটে।
Legendary Musician KC Dey: দৃষ্টিহীন বাঙালি কিশোর কেসি দে কীভাবে হলেন দেশের অপ্রতিদ্বন্দ্বী সুরসাধক?
Legendary Musician KC Dey: ভারতীয় সংগীতের ইতিহাসে যাঁরা মাইলফলক হয়ে রয়েছেন, তাঁদের অন্যতম কৃষ্ণচন্দ্র দে—যিনি সবার কাছে কেসি দে নামে পরিচিত। ১৮৯৩ সালের ২৪ আগস্ট জন্ম নেওয়া এই সুরস্রষ্টার জীবন শুরু হয়েছিল অতি সাধারণ এক পরিবারে। শৈশবে তিনি ছিলেন স্বাভাবিক, প্রাণবন্ত, কৌতূহলী এক শিশু। কিন্তু ছাদে ঘুড়ি ওড়ানোর সেই বিকেল তাঁর জীবনকে চিরদিনের মতো পালটে দেয়। চোখে অস্বাভাবিক জ্বালা, এরপর ধীরে ধীরে দৃষ্টিশক্তির অবনতি এবং অবশেষে সম্পূর্ণ অন্ধত্ব—মাত্র কয়েক বছরের মধ্যেই তাঁর পৃথিবী অন্ধকারে ডুবে যায়। চিকিৎসকরা যা জানিয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজের বিখ্যাত চিকিৎসকরা জানিয়েছিলেন—এটি মারাত্মক চোখের জটিল রোগ, যার ফলাফল প্রায় নিশ্চিত দৃষ্টিহীনতা। যে বয়সে খেলাধুলা, আনন্দ ও সঙ্গীদের সঙ্গে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই কৃষ্ণচন্দ্র পড়েন গভীর অন্ধকারের মধ্যে। তাঁর মা রত্নমালা দেবীর মনের অবস্থা তখন বর্ণনার অতীত। তবুও তিনি কখনও ছেলের সামনে নিজের কষ্ট প্রকাশ করেননি। বরং প্রতিনিয়ত তাঁকে সাহস দিতেন, বলতেন—অন্ধত্ব মানুষকে থামিয়ে দিতে পারে না, যদি মন শক্ত থাকে। এই কথাগুলোই কৃষ্ণচন্দ্রের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠে। আরও পড়ুন- ওয়্যাক্সিং-শেভিং বন্ধ করুন, এই ঘরোয়া পাউডারেই মুখের লোম দূর হবে সহজে কৃষ্ণচন্দ্রের সংগীতপ্রতিভা খুব অল্প বয়সেই প্রকাশ পেতে শুরু করে। বাড়িতে কীর্তনীয়া এলে তিনি চোখ না থাকলেও মনোযোগ দিয়ে শুনতেন, তারপর অবিকল একই সুরে গানটি গেয়ে উঠতেন। তাঁর সুরগ্রহণ ক্ষমতা এতটাই নিখুঁত ছিল যে, অভিজ্ঞ গায়ক-বাদকরাও বিস্মিত হতেন। মা রত্নমালা দেবী বুঝে গেলেন—দৃষ্টিশক্তি না থাকলেও তাঁর ছেলের অন্তরজ্যোতি নিভে যায়নি, বরং আরও উজ্জ্বল হয়ে উঠেছে। আরও পড়ুন- ফুসফুসের ক্যানসারে দ্রুতহারে বাড়ছে, এই লক্ষণগুলো দেখলেই হোন সতর্ক! এরপর তিনি ছেলেকে নিয়ে গেলেন জোড়াসাঁকোর বিখ্যাত সুরবাহার বাদক হরেন্দ্রনাথ শীলের কাছে। এই মানুষটিই কৃষ্ণচন্দ্রের শিল্পীজীবনের প্রথম গুরু। চোখ না থাকলেও তিনি ঘণ্টার পর ঘণ্টা বসে শাস্ত্রীয় সংগীত শুনতেন, আর সেই সুর তাঁর মনে গেঁথে যেত। বাড়িতে ফিরে তিনি হুবহু সেই সুর তুলতেন—না কোনও ভুল, না কোনো বিচ্যুতি। এই ক্ষমতা তাঁকে দ্রুতই সংগীতজগতের পরিচিত মুখ করে তোলে। আরও পড়ুন- ভিভ রিচার্ডসের মত বিরাট কোহলিও কেন মাঠে চুইংগাম চিবোন? জানুন গোপন রহস্য ক্রমে তিনি কীর্তন, ধ্রুপদ, ঠুমরি, টপ্পা এবং চলচ্চিত্র সংগীতের পথে এগিয়ে যেতে থাকেন। ব্রিটিশ ভারতের প্রারম্ভিক চলচ্চিত্রে তাঁর গান ও সংগীত পরিচালনা ছিল যুগান্তকারী। তাঁর কণ্ঠে একধরনের অতল গভীরতা ছিল, যা শ্রোতাদের মনে অন্যরকম ছাপ ফেলত। তাঁর সুরে ছিল কীর্তনের পবিত্রতা, শাস্ত্রীয় সঙ্গীতের নিখুঁততা, আর বাংলা গানের স্নিগ্ধতা। তিনি গেয়েছিলেন বহু বিখ্যাত গান, যার কিছু আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। আরও পড়ুন- আলিপুরের পর কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা, কীভাবে যাবেন? কৃষ্ণচন্দ্র দে শুধু সৃষ্টিশীল শিল্পীই ছিলেন না, ছিলেন মহান শিক্ষকও। তাঁর প্রিয় ভাইপো মান্না দে নিজেও বলেছেন—তিনি যদি কাকার সান্নিধ্য না পেতেন, তবে মান্না দে আজকের মান্না দে হয়ে উঠতে পারতেন না। কৃষ্ণচন্দ্র দের কঠোর শৃঙ্খলা, রিয়াজের ধারাবাহিকতা ও সুরের প্রতি নিষ্ঠা মান্না দে–কে তৈরি করেছিল সময়ের অন্যতম সেরা গায়ক হিসেবে। চলচ্চিত্রে অভিনয়েও তিনি ছিলেন সমান সফল। দৃষ্টিহীন হয়েও অনায়াসে যে সংলাপ, অভিব্যক্তি ও গান ফুটিয়ে তুলতেন, তা তাঁকে সবার কাছে অনন্য করে তুলেছিল। ভারতীয় উপমহাদেশের সংগীতজগতে এমন বহুমুখী প্রতিভা খুব কমই দেখা গেছে। ২৮ নভেম্বর ১৯৬২—এই দিনটি ছিল ভারতীয় সংগীতজগতের জন্য গভীর শোকের দিন। কৃষ্ণচন্দ্র দে চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অমর সুরঐতিহ্য। তাঁর গানে, তাঁর সুরে, তাঁর শিক্ষায় আজও ভারতীয় সংগীতের পথচলা আলোকিত হয়। দৃষ্টিহীন হলেও তিনি দেখিয়ে গেছেন—দৃষ্টি নয়, সৃষ্টিই শিল্পীর আসল আলো।
Arambagh: কবর খুঁড়ে তোলা হল সদ্যজাতোর দেহ, মা বলছেন ‘এই সন্তান আমার নয়…’
Arambagh: অভিযোগ সামনে আসে বুধবার। হুগলির তারকেশ্বরের বালিগোড়ির বাসিন্দা জাসমিনা বেগমকে জানানো হয় তাঁর সদ্যজাত সন্তানের মৃত্যু হয়েছে। অভিযোগ, ওই দিনই সন্ধ্যায় আবার ফোন করে বলা হয় শিশু বেঁচে আছে। এতেই পরিবারের সন্দেহ বাড়ে।
WPL 2026 Mega Auction: ভারতীয় বায়ুসেনার অফিসার, খেলেন ক্রিকেটও! দেশের এই তারকা বোলারকে চেনেন?
WPL 2026 Mega Auction: মহিলা প্রিমিয়ার লিগ যখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই একাধিক মহিলা ক্রিকেটারের ভাগ্য বদলে গিয়েছে। ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের মেগা অকশনেও সেই ছবিটা দেখতে পাওয়া গেল। ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার তথা বায়ুসেনার উইং কম্যান্ডার শিখা পাণ্ডের (Shikha Pandey) ঝুলি টাকায় ভরিয়ে দিয়েছে ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)। আপাতত টিম ইন্ডিয়ায় (Indian Women Cricket Team) কামব্যাক করার চেষ্টা চালাচ্ছেন শিখা। আশা করা যায়, আসন্ন WPL মরশুমে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করতে পারবেন। আর সেই সুবাদে ভারতীয় ক্রিকেট দলের দরজাও তাঁর সামনে খুলে যাবে। Jinisha Sharma, WPL 2026 Mega Auction: নিলাম টেবিলে 'ভাইরাল গার্ল', চিনতে পারেন এই মহিলাকে? শিখা পাণ্ডের উপর টাকার বৃষ্টি মেগা অকশন চলাকালীন শিখা পাণ্ডের নাম উঠতে না উঠতেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। ইউপি ওয়ারিয়র্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে শুরু হয়ে যায় দড়ি টানাটানি। শেষপর্যন্ত ইউপি জয়লাভ করে। ইউপি ওয়ারিয়র্স ২.৪০ কোটি টাকা খরচ করে শিখাকে দলে নিয়েছে। গত মরশুমে শিখা পাণ্ডেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা গিয়েছিল। কিন্তু, তা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালস শিখার জন্য কোনও দর হাঁকেনি। WPL 2026 Auction Highlights: অবশেষে দল পেলেন প্রতীকা রাওয়াল, কারা নিল ভারতীয় ওপেনারকে? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১১ সাল থেকে ভারতীয় বায়ুসেনায় চাকরি করছেন শিখা পাণ্ডে। ২০১১ সালে তিনি সার্ভিসেসের সদস্য ছিলেন। ২০২০ সালে তিনি স্কোয়াড্রন লিডার পদে পৌঁছে যান। আসন্ন মরশুমে প্রত্যেকের নজরই শিখার উপর থাকবে। Anushka Sharma WPL 2026: এবার WPL খেলবেন অনুষ্কা শর্মা! কোন দলের হয়ে জানেন? নজরকাড়া রেকর্ড শিখা পাণ্ডের মহিলা প্রিমিয়ার লিগের নিলাম ইতিহাসে শিখা পাণ্ডে পঞ্চম সর্বাধিক মূল্যবান ক্রিকেটার হিসেবে নাম লেখালেন। ইতিপূর্বে, এই তালিকায় নাম রয়েছে -- দীপ্তি শর্মা, স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগস, রিচা ঘোষ এবং হরমনপ্রীত কৌরের। তবে এই পাহাড়প্রমাণ অর্থের চাপও শিখার উপর দেখা যেতে পারে। এখনও পর্যন্ত মহিলা প্রিমিয়ার লিগে শিখা ২৭ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে তিনি ৩০ উইকেট শিকার করেন। গত ৩৩ মাস ধরে ভারতীয় ক্রিকেটে সুযোগ পাননি শিখা। যদিও এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৬২ ম্য়াচ খেলেছেন। শিকার করেছেন মোট ৪৩ উইকেট।
সাতপাকে বাঁধা পড়লেন তনুশ্রী, পাত্র কে জানেন?
টলিপাড়ায় খুশির খবর! নায়িকা তনুশ্রী চক্রবর্তী বিয়ে করলেন। আটলান্টা বেসড আইটি প্রফেশনাল, টেকনোলজিস্ট সুজিত বসুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। তবে শহরে বিয়ে সারেননি নায়িকা। তাঁর বিয়ের অনুষ্ঠান হয়েছে লাস ভেগাসে। এলাহি আয়োজনের মধ্যেই জীবনসঙ্গী বেছে নিয়েছেন তনুশ্রী। হিরের আংটি দিয়ে নায়িকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তাঁর বর সুজিত, বরের জন্য ফ্লোরিডাতে ট্রিপ প্ল্যান করছেন তনুশ্রী।
Howrah: মধ্যরাতে পঞ্চায়েত প্রধান বাবু মণ্ডলকে লক্ষ্য করে চলল গুলি, আতঙ্ক বালিতে
Howrah: হাওড়ার সাঁপুইপাড়ার পঞ্চায়েত প্রধান বাবু মণ্ডল। নেতা হিসেবে এলাকায় দাপট রয়েছে তাঁর। সেই নেতাকে লক্ষ্য করেই চলল গুলি। তাঁর বাইকের পিছনে ছিলেন আরও এক ব্যক্তি। গুলিবিদ্ধ হন তিনিও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সৃজিতের নতুন ছবিতে মিমি, আর কে-কে থাকছেন ছবিতে?
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নতুন ছবির কাজে হাত দেবেন। এই বছর ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ আর ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পেয়েছে। বড়দিনে মুক্তি পাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটা। এরই মধ্যে নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক। তাঁর আগামী ছবির নাম ‘এম্পারার ভার্সেস শরত্চন্দ্র’-র শুটিং শুরু হবে জানুয়ারি মাসে। TV9 বাংলাকে পরিচালক জানিয়েছিলেন, ”আগামী বছর ‘পথের দাবী’ প্রকাশিত হওয়ার শতবর্ষ। ১৯২৬ সালের ৩১ অগাস্ট এই বই প্রকাশিত হয়েছিল। ইংরেজ সরকার বইটিকে নিষিদ্ধ করে দেয় ১৯২৭ সালের জানুয়ারি মাসে। ইংরেজ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা, বই নিষিদ্ধ হওয়া এবং সমাজে তার প্রভাব, পুরোটা নিয়েই এই ছবি।” ছবির প্রযোজনা করছেন প্রদীপ কুমার নন্দী।
Howrah Siddheshwari Kali Temple: হাওড়া জেলার ইতিহাসে যেমন নদী, রেলস্টেশন ও শিল্পাঞ্চলের দাপট রয়েছে, তেমনই রয়েছে দেবী মহামায়ার অসংখ্য মন্দিরের কাহিনি। তার মধ্যেই বিশেষ উল্লেখযোগ্য কালীবাবুর বাজার সংলগ্ন সিদ্ধেশ্বরী কালী মন্দির, যার ইতিহাস যেন পুরোনো হাওড়ার শিকড় ধরে থাকা এক বিস্মৃত ঐতিহ্য। তিনশো বছরেরও বেশি সময় ধরে পূজিত এই দেবস্থানের সঙ্গে যুক্ত রয়েছে কিংবদন্তি, তন্ত্রসাধনা, নদীপথের যাত্রীদের অটল বিশ্বাস এবং স্থানীয় মানুষের গভীর ভক্তি। দেবী বামাকালী রূপে পূজিতা বর্তমান হাওড়ার ব্যস্ত শহুরে পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মন্দিরের ইতিহাস একসময় সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনশো–সাড়ে তিনশো বছর আগে এই অঞ্চল ছিল ঘনজঙ্গল ও বন্যপ্রাণীতে ভরা। পাশ দিয়েই বয়ে যেত গঙ্গার একটি শাখা—হুগলি নদী। সেই সময় বহু মানুষ নৌকা করে দূরদূরান্তে যাতায়াত করতেন এবং যাত্রাপথে নৌকা থামিয়ে মায়ের কাছে প্রণাম জানিয়ে যেতেন। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, এই অঞ্চলের রক্ষাকর্ত্রী ছিলেন দেবী সিদ্ধেশ্বরী, যিনি আদতে বামাকালী রূপে পূজিতা হন। আরও পড়ুন- ওয়্যাক্সিং-শেভিং বন্ধ করুন, এই ঘরোয়া পাউডারেই মুখের লোম দূর হবে সহজে লোককথায় জানা গিয়েছে, প্রায় তিনশো বছর আগে এক তন্ত্রসাধক সন্ন্যাসী এই অঞ্চলে পর্ণকুটির তৈরি করে দেবীর একটি মৃন্ময়ী প্রতিমা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি গোপনে তন্ত্রসাধনা ও কালীসাধনা করতেন। দীর্ঘদিনের সাধনার পর দেবী তাঁকে স্বপ্নাদেশ দেন এবং সেখান থেকেই প্রতিষ্ঠা পায় সিদ্ধেশ্বরী তলা। এই ‘তলা’-র নাম থেকেই সৃষ্টি হয় এলাকার নাম—সিদ্ধেশ্বরী তলা। তখনকার দিনে এই অঞ্চল নির্জন হলেও দেবীর মাহাত্ম্যে প্রতিদিন ভক্তদের আনাগোনা বাড়তে শুরু করেছিল। আরও পড়ুন- ফুসফুসের ক্যানসারে দ্রুতহারে বাড়ছে, এই লক্ষণগুলো দেখলেই হোন সতর্ক! পরবর্তীতে রানী বিরাজমোহিনী দেবীর নির্দেশে গঙ্গোপাধ্যায় পরিবার এই মন্দিরের সেবাইতের দায়িত্ব পান। আজও তাঁদের বংশধরেরাই এই ঐতিহ্য বহন করে চলেছেন। ধূপ–দীপ–নৈবেদ্যসহ প্রতিদিনের পূজা যেমন নিয়মমাফিক হয়, তেমনই উৎসবের দিনে ভক্তদের ভিড়ে উপচে পড়ে মন্দির প্রাঙ্গণে। বর্তমান কষ্টিপাথরের ত্রিনয়নী দেবী কালিকার মূর্তি স্থাপন করা হয় ১৯২০ সালের ১৬ আশ্বিন। পাঁচ ফুট উচ্চতার এই মূর্তি নির্মাণ করেছিলেন কাশীর এক বিখ্যাত ভাস্কর। দেবীর গলায় রুপো ও সোনার অলঙ্কার, হাতে রূপোর খাঁড়া, আর চোখে ত্রিনয়নের তীব্র শক্তির প্রকাশ—এভাবেই জাগ্রত দেবীর রূপ ভক্তদের সামনে উঠে এসেছে। আরও পড়ুন- ভিভ রিচার্ডসের মত বিরাট কোহলিও কেন মাঠে চুইংগাম চিবোন? জানুন গোপন রহস্য একতলা মন্দিরের সামনে রয়েছে নাটমন্দির। সেখান থেকেই শুরু হয় ভক্তদের সারি, প্রদীপের আলো, ধূপের গন্ধ আর শঙ্খধ্বনির শব্দে তৈরি পবিত্র আবহ। বিশেষ দিনে সন্ধ্যা আরতির সময় মন্দির যেন আলোকোজ্জ্বল হয়ে ওঠে। দূরদূরান্ত থেকে ভক্তরা এসে মনে মনে মানত করে যান। স্থানীয় বাসিন্দাদের দাবি, 'দেবী সিদ্ধেশ্বরীর দরবারে কেউ খালি ফিরে যায় না।' আরও পড়ুন- আলিপুরের পর কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা, কীভাবে যাবেন? হাওড়া স্টেশন থেকে রামরাজাতলার দিকে যাওয়া বাসে কালীবাবুর বাজারে নামলেই চোখে পড়বে মন্দিরের চূড়া। ঠিকানা—৫২ নম্বর নেতাজী সুভাষ রোড, কিন্তু ভক্তদের মুখে এ মন্দিরের পরিচয়, ‘সিদ্ধেশ্বরী কালীবাড়ি’। স্বাস্থ্য, সন্তানলাভ, মানসিক শান্তি, ব্যবসা—এমন নানা ইচ্ছাপূরণের কাহিনি স্থানীয় মানুষ আজও বলেন গর্ব করে। তিনশো বছরের বেশি সময় পার করেও দেবীর মাহাত্ম্য একটুও ফিকে হয়নি, বরং সময়ের সঙ্গে আরও বেড়েছে।
Ajker Rashifal Bengali, 28 November 2025: কপালে আজ কী লেখা আছে? দেখে নিন রাশিফল
Ajker Rashifal Bengali, 28 November 2025: শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫—আজকের দিনটি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে একটি উল্লেখযোগ্য দিন। তিথি চক্রে আজ অষ্টমী তিথি রাত ৭টা ১০-এ শেষ হয়ে নবমী তিথি শুরু হবে। চন্দ্র আজ কুম্ভ রাশিতে অবস্থান করবে, যার ফলে সামাজিক সম্পর্ক, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দলগত কাজে পরিবর্তন দেখা যাবে। এই অবস্থান সাধারণত মানুষের আচরণে স্বাধীনতার প্রভাব বাড়ায় এবং কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতাও তৈরি করতে পারে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনা বা পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক হতে পারে। বড় ভাই বা বোনের বিয়ে সংক্রান্ত আলোচনায় উন্নতি হতে পারে। বন্ধুর সঙ্গে ভ্রমণের সুযোগ আসতে পারে, যা মনের চাপ দূর করবে। ব্যবসায়ীদের বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি হওয়ার যোগ আছে। আরও পড়ুন- ওয়্যাক্সিং-শেভিং বন্ধ করুন, এই ঘরোয়া পাউডারেই মুখের লোম দূর হবে সহজে বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জাতক জাতিকাদের চাকরিতে উন্নতি দেখা যাবে, বিশেষত যাঁরা পরীক্ষা বা ইন্টারভিউর প্রস্তুতিতে ছিলেন। রাজনৈতিক বা সাংগঠনিক ক্ষেত্রেও সম্মান বৃদ্ধি পাবে। তবে পারিবারিক কাজকর্মে পিতার সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা উচিত। শান্ত মন বজায় রাখলে পরিস্থিতি অনুকূলে আসবে। আরও পড়ুন- ফুসফুসের ক্যানসারে দ্রুতহারে বাড়ছে, এই লক্ষণগুলো দেখলেই হোন সতর্ক! মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জন্য আজ ভাগ্য উন্নতির দিন। বিদেশ ভ্রমণ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ সাফল্যের সম্ভাবনা প্রবল। আধ্যাত্মিক কাজে মন শান্তি পেতে পারে। প্রবাসে থাকা কোনও ঘনিষ্ঠ জনের কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন- ভিভ রিচার্ডসের মত বিরাট কোহলিও কেন মাঠে চুইংগাম চিবোন? জানুন গোপন রহস্য কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতকদের দূর ভ্রমণে সতর্কতা প্রয়োজন। কোনও আত্মীয়ের দুঃসংবাদ মন খারাপ করতে পারে। অর্থনৈতিক বিষয়ে পুরোনো দেনাদারের সঙ্গে ঝামেলায় না জড়ানোই উত্তম। আরও পড়ুন- আলিপুরের পর কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা, কীভাবে যাবেন? সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকদের দাম্পত্য জীবনে সতর্কতা প্রয়োজন। জীবনসঙ্গীর সঙ্গে সামান্য বিষয়েও ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসায় অংশীদারদের সঙ্গে মেলবন্ধনেও কিছু সমস্যা দেখা দিতে পারে। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা জরুরি। কাজের লোক বা অফিস কর্মচারীদের সঙ্গে অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলা উচিত। নতুন কর্মী নেওয়ার পরিকল্পনা সফল হতে পারে। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশিতে আজ সৃজনশীল শক্তি বাড়বে। শিল্পী, সংগীতশিল্পী, অভিনয়শিল্পী বা কলাকুশলীদের আয়-রোজগার বা বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জ্যোতিষ মতে আজ পরিবারে সম্মান ও প্রত্যাশা পূরণ হতে পারে। আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। প্রবাসী আত্মীয়দের কাছ থেকে সাহায্য আসতে পারে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকদের আজ সামাজিক জমায়েতে উপস্থিত থাকতে হতে পারে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট ভাই-বোন বা প্রবাসী পরিচিতদের কাছ থেকে সহযোগিতা পাবেন। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের জন্য আজ ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হতে পারে। খাদ্য-পানীয় ব্যবসায়ে ভালো লাভ হতে পারে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের রাগ-জেদ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। সম্পর্ক বা দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের বিদেশযাত্রা বা ভ্রমণ সংক্রান্ত সুযোগ আসতে পারে। তবে ব্যয়ও বাড়বে। প্রবাসীদের জন্য আজকের দিন কিছুটা চাপযুক্ত। আজকের শুভ সময় সকাল ৬টা ৩২–৭টা ৩২, ৮টা ১৪–১০টা ২০ এবং দুপুর ১২টা ২৭–৩টা ২০। এই সময়টা গুরুত্বপূর্ণ। বিকেলে ৩টা ৫৬–৫টা ১৫ এবং রাতে ৬ টা ১৭–৯ টা ৪৯ সময়টিও বিশেষভাবে শুভ। দিনের শেষভাগে ১২টা ২৯–৪টা ০৪ এবং ৪টা ৫৭–৬টা ৩৩ সময়টাও বেশ গুরুত্বপূর্ণ। কাজ, ভ্রমণ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নতুন শুরুর জন্য সময়গুলো বেশ গুরুত্বপূর্ণ।
কেমন যাবে আপনার শুক্রবার? দেখে নিন রাশি
Horoscope Today on November 28 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
ডলার দেওয়ার ছুতোয় কোটি কোটি টাকা হাতিয়ে পালানোর ছক! পুলিশের জালে মহারাষ্ট্রের প্রতারক
মুম্বই পালানোর আগেই প্রতারককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
২৮ নভেম্বর রাশিফল: বিদেশযাত্রার সুযোগ মকরের, আজ কোন রাশির সম্পত্তি প্রাপ্তির যোগ?
জেনে নিন আজকের রাশিফল।
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
ফেসবুকে কুৎসিত ভাষায় আক্রমণ, বডি শেমিং! পুলিশে অভিযোগ দায়ের ডোনা গঙ্গোপাধ্যায়ের
কলকাতা চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠান ঘিরেই কুমন্তব্য করা হয় নৃত্যশিল্পীর উদ্দেশ্যে।
Top 5 Sports News, 27 November: WPL নিলাম থেকে জেমিমার সিদ্ধান্ত! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর
Top 5 Sports News Highlights: বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অন্যদিকে, স্মৃতির দুঃসময়ে পাশে থাকার সিদ্ধান্ত নিলেন জেমিমা রডরিগস। এদিকে আবার হোসে চেতেশ্বর পূজারার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। শেষ হল WPL নিলাম অনুষ্ঠান শেষ হল ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানটি দিল্লিতে আয়োজন করা হয়েছিল। বিকেল সাড়ে ৩টে থেকে শুরু হয় নিলাম পর্ব। এই অনুষ্ঠানে মোট ২৭৭ ক্রিকেটারের ভাগ্য যাচাই হয়েছে। এরমধ্যে ১৯৪ ভারতীয় এবং ৮৩ বিদেশি ক্রিকেটার ছিলেন। এই ব্যাপারে নীচের লিঙ্কে ক্লিক করে পড়ে নিন। পড়ে নিন বিস্তারিত: WPL 2026 Auction Highlights: অবশেষে দল পেলেন প্রতীকা রাওয়াল, কারা নিল ভারতীয় ওপেনারকে? নিলামের আগেই 'চরম দুঃসংবাদ' ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েকঘণ্টা আগেই তারকা অলরাউন্ডার জেস জোনাসেন আচমকা নিজের নাম প্রত্যাহার করেছেন। জোনাসেনের এই সিদ্ধান্তের পিছনে অবশ্য একটি বড় কারণও রয়েছে। আসুন, জেনে নেওয়া যাক। পড়ে নিন বিস্তারিত: WPL 2026 Mega Auction News: নিলাম শুরু হওয়ার আগেই 'চরম দুঃসংবাদ', মাথায় বাজ ফ্রাঞ্চাইজ়ি মালিকদের! স্মৃতির দুঃসময়ে পাশে জেমি! অস্ট্রেলিয়ায় আয়োজিত মহিলাদের বিগ ব্যাশ লিগের বাকি মরশুম আর খেলবেন না ভারতের বিশ্বকাপজয়ী তারকা মহিলা ক্রিকেটার জেমিমা রডরিগস। ব্রিসবেন হিটের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে আরও যোগ করা হয়েছে, সতীর্থ স্মৃতি মান্ধানার কঠিন সময়ে পাশে থাকার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। পড়ে নিন বিস্তারিত: Smriti Mandhana’s Wedding: বিয়ে স্থগিত স্মৃতি-পলাশের, ইতিমধ্যে 'বড় সিদ্ধান্ত' জেমিমার! WPL নিলামে 'ইতিহাস' দীপ্তি শর্মার মহিলা প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দামি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন দীপ্তি। প্রথম স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা (৩.৪০ কোটি)। উপি ওয়ারিয়র্সে তাঁর 'ঘর ওয়াপসি' হয়েছে। যদিও দীপ্তির জন্য প্রথমে হাত বাড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। পড়ে নিন বিস্তারিত: Deepti Sharma, WPL 2026 Mega Auction: দীপ্তিকে নিয়ে চূড়ান্ত নাটকীয়তা, লড়েও হার মানলেন সৌরভরা পূজারার পরিবারে শোকের ছায়া টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারার পরিবারে ভেঙে পড়েছে শোকের পাহাড়। জানা গিয়েছে, পূজারার শ্যালক জীত রসিকভাই পাভরি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনার কারণে রাজকোটের পাভরি পরিবারে আপাতত কান্নার রোল উঠতে শুরু করেছে। পড়ে নিন বিস্তারিত: Cheteshwar Pujara: কাছের মানুষকে হারালেন ভারতের তারকা ক্রিকেটার, ভেঙে পড়ল শোকের পাহাড়
Nagrakata |চা বাগানে হাতির প্রসব, সদ্যজাতকে একঝলক দেখতে দিনভর ভিড়-উত্তেজনা!
নাগরাকাটা: নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে গভীর রাতে শাবক প্রসব করল এক বুনো হাতি। দিনভর মা হাতি সহ সদ্যজাতকে আড়াল করে রাখল দলটির দুই সঙ্গী হাতি। এই বিরল দৃশ্য দেখতে শয়ে শয়ে উৎসুক জনতা ভিড় জমালেও, বুনোদের সতর্ক দলটি কিছুতেই একরত্তিকে প্রকাশ্যে আসতে দিল না। সারাদিন বাগানের একটি ঝোপের মধ্যেই তারা আশ্রয় নিয়ে থাকে। বুধবার গভীর […] The post Nagrakata | চা বাগানে হাতির প্রসব, সদ্যজাতকে একঝলক দেখতে দিনভর ভিড়-উত্তেজনা! appeared first on Uttarbanga Sambad .
ঘোষিত সন্তোষ ট্রফির দিনক্ষণ, সুখস্মৃতির অসমেই ট্রফি ধরে রাখার যুদ্ধে নামবে বাংলা
কবে মাঠে নামবে বাংলা?
Malda News: সালিশি সভায় নৃশংস খুন! জমি নিয়ে পুরনো বিরোধের জেরে অতর্কিতে হামলা
জমি সংক্রান্ত বিষয় নিয়ে পুরনো একটি গোলমালকে ঘিরে দুই পক্ষের বিবাদ হয়েছিল। আর তার মীমাংসার জন্যই গ্রামে বসেছিল সালিশি সভা। আর সেই সালিসি সভাতেই সকলের সামনেই এক জমির মালিককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো অপরপক্ষ সামসুল শেখ সহতার দলবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ এমন চাঞ্চল্যকর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় কালিয়াচক থানার কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের রাজনগর এলাকায়। সালিশি সভায় দুষ্কৃতীদের হামলায় বাবা, ছেলে সহ জখম হয়েছেন মোট ছয় জন। আহতেরা প্রত্যেকেই মৃতের নিকট আত্মীয় বলে জানতে পেরেছে পুলিশ। আক্রান্ত বাবা ও ছেলের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজে। আরও পড়ুন- Weekend Trip: কলকাতার কাছের গোপন এক 'সমুদ্র-রাজ্য', কোলাহলমুক্ত অপরূপ সাগড়পাড় যেন স্বর্গীয় গন্তব্য! বাকি চারজন চিকিৎসাধীন কালিয়াচক গ্রামীণ হাসপাতালে। এই ঘটনার পর কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী রাজনগর এলাকায় তদন্তে পৌঁছায়। ততক্ষণে হামলাকারীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই হামলার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। জমির রাস্তা ব্যবহার করাকে কেন্দ্র করে পুরনো গোলমালকে ঘিরেই এই খুনের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। আরও পড়ুন- Gold smuggling: সাইকেলের টায়ার যেন সোনার ভাঁড়ার! BSF-এর দুরন্ত হানায় কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম একরামুল শেখ (৪৫)। আহতের নাম জাহিরুদ্দিন শেখ (৬৫) এবং তার ছেলে বাদশা শেখ (৩০)। বাকি চারজন কালিয়াচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এরা প্রত্যেকেই মৃত একরামুলের আত্মীয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে একরামুল শেখের রাজনগর এলাকায় কয়েক বিঘা ভুট্টার জমি রয়েছে। এর পিছনে রয়েছে সামসুলের ধানের জমি। কিন্তু একরামুলের জমির রাস্তা ব্যবহার করে ট্রাক্টর নিয়ে যাতায়াত করছিল সামসুল। এনিয়ে প্রতিবাদ করাতে বুধবার বিকাল একরামুল ও সামসুলের দলবলের মধ্যে হাতাহাতি হয়। এরপরই দুই পক্ষের মীমাংসা করতে এদিন রাজনগরের একটি মসজিদ সংলগ্ন ফাঁকা এলাকায় সালিশি বসে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের সদস্যা মুশরেফা বিবির স্বামী মুক্তার শেখের নির্দেশেই এই সালিশি শুরু করা হয় বলে অভিযোগ। আর সেখানেই এই হামলার ঘটনাটি ঘটে। আরও পড়ুন- China Train Accident Tragedy :চিনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, মৃত্যু কমপক্ষে ১১ জনের মৃতের এক ভাই আজগার আলি বলেন, দাদা একরামুলের গমের ফসল নষ্ট করে সামসুল ও তার দলবল ট্রাক্টর চালিয়ে যাতায়াত করছিল। কারণ সামসুলদের ওই এলাকাতেও কিছু ধানের জমি রয়েছে। এই ব্যাপারে প্রতিবাদ করাতে গত বুধবার আমার দাদা ও তার কয়েকজন আত্মীয়কে মারধর করে সামসুলের দলবল। তাঁর কথায়, তার পরের দিন রাজনগর মসজিদ সংলগ্ন এলাকায় সালিশি সভা ডাকা হয়। সেখানে বিচারে সামসুলকে অন্যায় করার জন্য কান ধরে ওঠবস করতে বলেন সালিশি সভায় উপস্থিত ছিলেন প্রবীণেরা। কিন্তু সামসুলরা যে আগে থেকে ধারালো হাঁসুয়া, লাঠি নিয়ে প্রস্তুত ছিল সেটা আমরা জানতাম না। ওরাই আচমকা হামলা চালায়। দাদার গলায় কোপ মারে। ঘটনাস্থলে মারা যান তিনি। মৃতের আরেক দাদা সারিউল শেখ বলেন, স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী মুক্তার শেখের কথামতোই সালিসি সভা বসে। সামসুলের দলবল যে ভাই একরামুলকে অন্যায় ভাবে মারধর করে সেটা প্রমাণিত হয়। তারজন্য ওকে শাস্তি হিসেবে কান ধরে উঠবস করতে বলা হয়। কিন্তু সেই নিদান না মেনেই পাল্টা সকলের সামনেই ভাই একরামুলকে কুপিয়ে খুন করে ওঁরা। আরও পড়ুন- West Bengal SIR: বাংলার ভোটার তালিকায় ২৬ লক্ষ জাল ভোটার!SIR প্রক্রিয়ার মাঝে সামনে এল চমকে দেওয়া পরিসংখ্যান তৃণমূল পরিচালিত কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের রাজনগর এলাকার পঞ্চায়েত সদস্যা মুসরেফা বিবির স্বামী মুক্তার শেখ অবশ্য জানিয়েছেন, তার কথাতে সালিশি সভার আয়োজন হয়নি। তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে গিয়েছিলেন। কিন্তু মাঝপথে চলে এসেছিলেন। পরে কি ঘটেছে সেই সম্পর্কে তার কিছু জানা নেই। এদিকে, মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, সালিশি সভায় একজনকে খুন করার অভিযোগ উঠেছে। কয়েকজন জখম হয়েছেন। এই ঘটনায় সামসুল শেখ সহ তার দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চালানো হচ্ছে।
Nabanna: রাজ্য সরকারি কর্মীদের ৫৬ টা ছুটি! ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন
Nabanna: নবান্ন সূত্রে খবর, প্রতি বছরের মতোই সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন আগাম পরিকল্পনার সুবিধা পাওয়ার জন্যই বছর শুরুর আগেই ছুটির তালিকা ঘোষণা করা হয়। এবারের ছুটির তালিকা সামনে আসতেই স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মনে খুশির জোয়ার!
Asim Munir |আরও শক্তিধর হলেন মুনির! পারমাণবিক অস্ত্রও থাকবে তার অধীনে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের সামরিক প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির দেশটির প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (CDF) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিতর্কিত ২৭তম সাংবিধানিক সংশোধনী পাস-এর মাধ্যমে তিনি এই নতুন পদটিতে আসীন হলেন। এর ফলে কার্যত সরাসরি ক্ষমতা দখল না করেই কার্যত পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এলেন তিনি। নতুন CDF পদটি স্থলসেনা, বিমানসেনা […] The post Asim Munir | আরও শক্তিধর হলেন মুনির! পারমাণবিক অস্ত্রও থাকবে তার অধীনে appeared first on Uttarbanga Sambad .
যুবভারতীতে মেসির সঙ্গে মঞ্চে শাহরুখ! জমজমাট ক্রিসমাস গিফটের অপেক্ষায় কলকাতা
১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি।
‘জনাদেশ ৫ বছরের জন্য’, কর্নাটকে ‘কুর্সিযুদ্ধে’র মাঝে শিবকুমারকে ‘প্রতিজ্ঞা’মনে করালেন সিদ্দা
মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত চরম আকার নিয়েছে।
WPL |ডব্লিউপিএল ২০২৬ মেগা নিলাম: দীপ্তি শর্মার রেকর্ড দর!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষিত উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) ২০২৬-এর মেগা নিলামে দীপ্তি শর্মা হলেন সবচেয়ে দামি খেলোয়াড়। এদিন মোট ২৭৭ জন ক্রিকেটারের জন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজির মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মাকে RTM কার্ড ব্যবহার করে ৩.২ কোটি টাকায় নিজেদের দলে ফেরাল ইউপি ওয়ারিয়র্জ। এটি নিলামের সর্বোচ্চ দর। বিদেশিদের মধ্যে শীর্ষে নিউজিল্যান্ডের […] The post WPL | ডব্লিউপিএল ২০২৬ মেগা নিলাম: দীপ্তি শর্মার রেকর্ড দর! appeared first on Uttarbanga Sambad .
Jinisha Sharma, WPL 2026 Mega Auction: নিলাম টেবিলে 'ভাইরাল গার্ল', চিনতে পারেন এই মহিলাকে?
WPL 2026 Mega Auction: শেষ হল ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সবথেকে বেশি দাম পেলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma)। ইউপি ওয়ারিয়র্সে (UP Warriorz) তাঁর 'ঘর ওয়াপসি' হয়েছে। WPL ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দামি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন দীপ্তি। প্রথম স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা (৩.৪০ কোটি)। তবে এই অনুষ্ঠান চলাকালীন ওয়ারিয়র্স ব্রিগেডের টেবিলে বসা এক মহিলা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছেন। কে এই 'ভাইরাল গার্ল'? কী'ই বা তাঁর পরিচয়? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। Royal Challengers Bengaluru: এবার RCB-র হয়ে খেলবেন এই সুন্দরী, আগুন ছোটাবেন বল হাতে! এই মহিলা আর কেউ নন, ইউপি ওয়ারিয়র্স দলের মালকিন জিনিশা শর্মা (Jinisha Sharma)। প্রসঙ্গত, WPL টুর্নামেন্টে ইউপি ওয়ারিয়র্স দলের মালকিন জিনিশা শর্মা আসলে ক্যাপ্রি গ্লোবাল এবং ক্যাপরি স্পোর্টস সংস্থার ডিরেক্টর। এই সংস্থার অধীনেই রয়েছে ইউপি ওয়ারিয়র্স। কয়েক বছর আগে ক্যাপ্রি স্পোর্টস WPL ফ্র্যাঞ্চাইজ়ি কিনেছিল। শোনা যায়, ২০২৩ সালে এই সংস্থা ইউপি ওয়ারিয়র্স দলকে অধিগ্রহণ করার জন্য মোট অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিল। WPL 2026 Auction Live Updates: অবশেষে দল পেলেন প্রতীকা রাওয়াল, কারা নিল ভারতীয় ওপেনারকে? জেনে নিন জিনিশার ব্যাকগ্রাউন্ড ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ এক্সেটর থেকে পড়াশোনা করেছেন জিনিশা। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় যথেষ্ট তুখোড় ছিলেন। পরবর্তীকালে ব্যবসার দিকে মনোনিবেশ করেন তিনি। সম্প্রতি ফোর্বসকে একটি ইন্টারভিউয়ে জিনিশা বলেন, 'ফোর্বস তাঁর চিন্তাভাবনার গভীরত্বকে যথেষ্ট প্রভাবিত করেছে।' ইংল্যান্ডেই তিনি মাস্টার্স ডিগ্রি শেষ করেন। তারপর পাকাপাকিভাবে ভারতে আসার সিদ্ধান্ত নেন। Deepti Sharma, WPL 2026 Mega Auction: দীপ্তিকে নিয়ে চূড়ান্ত নাটকীয়তা, লড়েও হার মানলেন সৌরভরা নিলাম অনুষ্ঠানের পর কী বললেন জিনিশা? Some new names added ✅ Some familiar ones return ✅ @UPWarriorz owner Jinisha Sharma reflects on a successful #TATAWPL Mega Auction #TATAWPLAuction pic.twitter.com/EeVe2sOPHS — Women's Premier League (WPL) (@wplt20) November 27, 2025 Top 6 Expensive Cricketers in WPL 2026 Mega Auction: নিলাম টেবিলে টাকার বন্যা, মালামাল হলেন এই ৬ তারকা ক্রিকেটার! দীপ্তি শর্মার জন্য খরচ করেছেন ৩.২০ কোটি টাকা ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠানে দিল্লি ক্যাপিটালস মাত্র ৫০ লাখ টাকায় দীপ্তি শর্মাকে দলে নিয়েছিল। এরপর ইউপি ওয়ারিয়র্স আরটিএম কার্ড ব্যবহার করে। আর সেখানেই বাজিমাত হয়ে যায়। এরপর দিল্লিকে প্রশ্ন করা হয়েছিল যে তারা কত টাকার বিনিময়ে দীপ্তিকে নিজেদের দলে নিতে চায়। জবাবে দিল্লি ৩.২০ কোটি টাকার অফার দেয়। এই পরিস্থিতিতে ইউপি ওয়ারিয়র্স ৩.২০ কোটি টাকার বিনিময়েই দীপ্তিকে ফের নিজেদের ঘরে ফিরিয়ে নেয়। আর এভাবেই দীপ্তি শর্মা WPL ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক মূল্যবান ক্রিকেটার হিসেবে নাম লিখিয়ে ফেললেন।
SIR-এ দুই স্ত্রীর সমান অধিকার দাবি স্বামীর, এনুমারেশন ফর্মে তো একজনেরই জায়গা..
Domkol: ডোমকলের রায়পুরের চোয়াপাড়ায় এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন বিএলও। চোয়াপাড়ার শুকুর মণ্ডলের দাবি— ফর্মে দুই স্ত্রীরই নাম লেখার জায়গা থাকতে হবে। প্রথম জন মমতা বিবি ও দ্বিতীয় জন মর্জিনা বিবি— দু’জনই নিজেদের স্ত্রী হিসেবে নাম তোলার দাবিতে অনড়।
ইতিহাস দীপ্তির, শেষ লগ্নে বাজিমাত প্রতীকার, একনজরে মহিলা আইপিএল নিলামের খুঁটিনাটি
ক্রিকেটমহলকে চমকে দিয়েছেন শিখা পাণ্ডে।
NIA-এর জালে ভাটপাড়ার কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ জাভেদ!
Bhatpara: ভাটপাড়ায় বিজেপির নেতা প্রিয়াংগু পান্ডের উপর ২৮ আগস্ট ২০২৪ সালে বোমা এবং গুলির ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে এই 'আন্ডা'র নাম। ঘটনায় তদন্তে নেমে প্রচুর বিস্ফোরকও উদ্ধার হয়। তারপর থেকে জাভেদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। তদন্তভার হাতে নেয় NIA।
Malda: ‘ওরা এসে গুলি ফায়ার করল, গালি দিচ্ছে…’, ত্রাসের জেলা মালদহ?
Malda: মালদহের কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় তাঁকে গুলি করে খুন করা হয়। আজহার আলির বাড়ি কালিয়াচক থানার ফতেখানিতে। গতকাল রাতে একটি মেলায় পাপড় বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর পথ আটকে গুলি চালায়।
ফের ছোটপর্দায় প্রত্যাবর্তন শ্রীময়ীর, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
‘বুলেট সরোজিনী’র পর ফের ছোটপর্দায় শ্রীময়ী চট্টরাজ।
Malda: দলেরই লোকের হাতে খুন তৃণমূল কর্মী! কালিয়াচকে সালিশি সভায় যা হল…
Malda TMC: আজহার আলির বাড়ি কালিয়াচক থানার ফতেখানিতে। গতকাল রাতে একটি মেলায় পাপড় বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর পথ আটকে গুলি চালায়। মাথায় গুলি লাগে বছর পঞ্চান্নর ওই পাপড় বিক্রেতার। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি আজহার আলিকে।
মোহময়ী পাহাড়ের কোলে মধুচন্দ্রিমার প্ল্যান? রইল বাজেট ফ্রেন্ডলি ৫ স্বর্গীয় জায়গার হদিশ
গ্যাঁটের কড়িও কম খরচ হবে, আবার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রোম্যান্সও জমে উঠবে।
Winter Skin Care: খসখসে ভাব হবে ভ্যানিশ! বাড়িতে থাকা এই ৫ জিনিস মাখলেই ফিরবে ত্বকের উজ্জ্বলতা
নাকের চারপাশের রুক্ষতা দূর করতে আপনার রান্নাঘরের উপাদান দিয়েই তৈরি করতে পারেন কার্যকর ফেস প্যাক বা ময়েশ্চারাইজার। এ ছাড়া বাড়িতে থাকা ৫ জিনিস নিয়ে আলোচনা করা হল, যা মাখলেই ফিরবে ত্বকের উজ্জ্বলতা।
Facial Hair Removal: ওয়্যাক্সিং-শেভিং বন্ধ করুন, এই ঘরোয়া পাউডারেই মুখের লোম দূর হবে সহজে
Facial Hair Removal: মুখের লোম অনেকের কাছেই একটি বড় বিরক্তির কারণ। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হরমোনের পরিবর্তন, বংশগত কারণ বা ত্বকের বিশেষ সমস্যা থেকে মুখে অনাকাঙ্ক্ষিত লোম দেখা দিতে পারে। এই লোম খুব দ্রুত নজরে পড়ে এবং আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। সাধারণত ওয়্যাক্সিং বা শেভিং হচ্ছে মুখের লোম কমানোর সবচেয়ে প্রচলিত উপায়। কিন্তু এই দুই পদ্ধতিই সময়সাপেক্ষ, ব্যথাদায়ক এবং বারবার করতে হয়। তাছাড়া পার্লারে গেলে খরচও কম নয়। আর নিয়মিত শেভিং করলে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। তাই অনেকেই এমন একটি প্রাকৃতিক সমাধান খুঁজে থাকেন যা ঘরেই সহজে করা যায়, ব্যথা নেই এবং ত্বকের ক্ষতিও হয় না। পাউডার প্যাক মুখের লোম দূর করার ক্ষেত্রে ছোলার গুঁড়ো, হলুদ ও দই বা দুধ দিয়ে তৈরি পাউডার প্যাক বহুদিন ধরেই জনপ্রিয়। কারণ এটি কোমল ত্বকের জন্য খুবই উপযোগী এবং মুখের লোম ধীরে ধীরে পাতলা করে। নিয়মিত ব্যবহারে লোমের বৃদ্ধি কমে আসে এবং মুখ আরও পরিষ্কার দেখায়। এই পাউডার প্যাক শুধু লোম দূর করে না, পাশাপাশি ত্বককে উজ্জ্বলও করে। আরও পড়ুন- আলিপুরের পর কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা, দর্শকদের ভিড়ে জমজমাট! ছোলার গুঁড়ো একটি প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে। এতে থাকা ভিটামিন ও প্রোটিন ত্বকের রং উজ্জ্বল করে এবং মৃত কোষ দূর করে। হলুদ একটি শক্তিশালী জীবাণুনাশক উপাদান, যা ত্বকে কোনও প্রদাহ বা সংক্রমণ হতে দেয় না। এছাড়া ত্বকের টানটান ভাব বজায় রাখতে সাহায্য করে। দই বা দুধ ত্বককে আর্দ্র রাখে, মসৃণ করে এবং ত্বকের উপরিভাগে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে। মধু হলে ত্বক আরও নরম হয় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে। লেবুর রস লোমের গোড়া দুর্বল করে এবং ত্বককে হালকা করে তোলে, যা লোমকে আরও কমাতে সাহায্য করে। আরও পড়ুন- লেখাপড়া, কাজে মনসংযোগের অভাব? নিত্যদিনের এই পানীয়তে মিটবে সমস্যা! এই পাউডার প্যাক তৈরিও খুব সহজ। একটি পাত্রে ছোলার গুঁড়ো, হলুদ, দই বা দুধ, সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস নিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট বানাতে হবে। যদি পেস্টটি অতিরিক্ত ঘন হয়ে যায়, তবে কয়েক ফোঁটা গোলাপ জল যোগ করলে এটি সহজে ব্যবহারযোগ্য হয়। মিশ্রণটি মুখের যে অংশে লোম বেশি, সেখানে সমানভাবে লাগাতে হবে। শুকোতে ১০–১৫ মিনিট সময় লাগে। শুকিয়ে গেলে আঙুল দিয়ে আলতো করে ঘষে প্যাকটি তুলতে হবে। ঘষার দিকটি উলটো দিক থেকে সোজা দিকের দিকে করলে লোম সহজে উঠে আসে। এরপর মুখ ধুয়ে একটি হালকা ময়েশ্চারাইজার লাগানো জরুরি, যাতে ত্বক শুষ্ক না হয়। আরও পড়ুন- চিনতে পারছেন? শীতে এই ছয় পরিযায়ী পাখির দেখা মেলে ভারতে! এই প্যাক সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ধীরে ধীরে লোম পাতলা হতে থাকে। তবে কোনও নতুন উপাদান মুখে লাগানোর আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেওয়া উচিত। বিশেষ করে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। প্রথমবার ব্যবহার করার সময় কানের পিছনে বা হাতে সামান্য লাগিয়ে দেখুন কোনও ধরনের জ্বালা বা অ্যালার্জি হয় কি না। যদি কোনও সমস্যা না হয়, তাহলে নিশ্চিন্তে মুখে ব্যবহার করতে পারেন। আরও পড়ুন- ঘনঘন প্রস্রাবে নাজেহাল? ঘরের এই সামান্য জিনিস খেয়ে করুন বিনামূল্যে সমাধান এই ঘরোয়া পাউডারটির নিয়মিত ব্যবহারে মুখের লোম কমে আসবে এবং মুখ আরও পরিষ্কার ও উজ্জ্বল দেখাবে। তবে মনে রাখবেন, যদি আপনার লোমের সমস্যা হরমোনের কারণে হয়ে থাকে, তাহলে ঘরোয়া উপায়ে সাময়িক স্বস্তি পাওয়া যাবে, কিন্তু মূল সমস্যা দূর করতে চিকিৎসকের প্রয়োজন হতে পারে। তাই যদি লোম হঠাৎ অনেক বাড়ে বা অন্য উপসর্গ দেখা দেয়, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
West Bengal Police |১০ জেলায় বদলে গেল এসপি, রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল করল নবান্ন
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য পুলিশে (West Bengal Police) বড়সর রদবদল করল নবান্ন। অন্তত ১০ টি জেলার পুলিশ সুপারদের বদলি করা হয়েছে। বুধবারই রাজ্য পুলিশে একযোগে ১৭৫ জন পুলিশ পদাধিকারীকে বদলি করেছিল নবান্ন। এবার জেলা পুলিশের শীর্ষপদে রদবদল করা হল। মালদার এসপি প্রদীপ কুমার যাদবকে উত্তর দিনাজপুর ট্রাফিকের এসপি করা হয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ […] The post West Bengal Police | ১০ জেলায় বদলে গেল এসপি, রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল করল নবান্ন appeared first on Uttarbanga Sambad .
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু ‘শুভ বিবাহ উৎসব’, সোনা ও হিরের গয়নার নতুন সম্ভার
গ্রাহকদের জন্য থাকছে হাজারো উপহার, বিদেশে মধুচন্দ্রিমার সুযোগ।
বান্ধবীর বাড়ি বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার যুবতী! জলপাইগুড়িতে গ্রেপ্তার ২
অর্ধনগ্ন অবস্থায় যুবতী রাস্তায় বেরিয়ে সাহায্য চান।
SIR: ‘দিতে হবে সমান অধিকার’ দুই স্ত্রীর নামই চাই, SIR-এর ফর্ম ফিল-আপ করতে গিয়ে ঘিরে অদ্ভুত দাবি!
SIR: ডোমকলের রায়পুরের চোয়াপাড়ায় এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন বিএলও। চোয়াপাড়ার শুকুর মণ্ডলের দাবি— ফর্মে দুই স্ত্রীরই নাম লেখার জায়গা থাকতে হবে। প্রথম জন মমতা বিবি ও দ্বিতীয় জন মর্জিনা বিবি— দু’জনই নিজেদের স্ত্রী হিসেবে নাম তোলার দাবিতে অনড়।
Royal Challengers Bengaluru: এবার RCB-র হয়ে খেলবেন এই সুন্দরী, আগুন ছোটাবেন বল হাতে!
দিল্লি বিস্ফোরণের পর বাড়তি তৎপরতা! নিষিদ্ধ জামাতের সদস্যদের ধরতে কাশ্মীরে দিনভর তল্লাশি
শ্রীনগরের বহু মাদ্রাসা ও মসজিদেও তল্লাশি চালাল পুলিশ।
জেন জি ও বিদেশিদের সাহায্যে দেশে নৈরাজ্য ছড়াচ্ছেন রাহুল! এক্স লোকেশন নিয়ে বিস্ফোরক BJP
'বিজেপিরও বহু এক্স অ্যাকাউন্ট বিদেশ থেকে পরিচালিত', পালটা তোপ কংগ্রেসের।
ধর্মেন্দ্রর স্মরণসভায় ‘কাছাকাছি’অভিষেক-ঐশ্বর্য, আবেগপ্রবণ শাহরুখ-সলমন! কেন অনুপস্থিত আমির?
ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানাতে আর কারা এলেন?
Dakshin Dinajpur |আন্ডারপাসের উচ্চতায় বিতর্ক, বন্ধ কাজ
পঙ্কজ মহন্ত, বালুরঘাট: জোরকদমে চলছে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাট-হিলি রেল সম্প্রসারণের কাজ। চলাচলের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় রেল ওভারব্রিজ সহ আন্ডারপাসের কাজ চলছে। কিন্তু বুধবার বিকেলে বালুরঘাটের বঙ্গি এলাকায় রাস্তা থেকে অনেক নীচে আন্ডারপাস তৈরি করা হচ্ছে বলে অভিযোগে তোলেন এলাকাবাসী। এমনকি, এদিন আন্ডারপাসের নীচে জল জমে থাকার আশঙ্কায় কাজ বন্ধ হয়ে যায়। রেলমন্ত্রকের […] The post Dakshin Dinajpur | আন্ডারপাসের উচ্চতায় বিতর্ক, বন্ধ কাজ appeared first on Uttarbanga Sambad .
লোকালয়ে ঢুকছে হাতি-বাঘ! ‘রেসকিউ-অপারেশনে’বনকর্মীদের হাতে ডেনমার্কের অত্যাধুনিক বন্দুক
নয়া এই বন্দুকের বৈশিষ্ট্য কী জানেন?
Nabanna: WBPS মিতুন দে! শুভেন্দুর গড়ে বদলি হতেই শুরু গুঞ্জন, কী তাঁর রেকর্ড?
Nabanna: প্রশ্ন উঠছে, সেই কারণেই কি শুভেন্দুর জেলা শাসন করতে মিতুনকে বদলি? যদিও পুলিশের অন্য মহলের দাবি, মিতুনকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পদে বদলি করা হয়েছে। যে পদ মূলত প্রশাসনিক কাজ সামলানোর জন্যই। কার্যক্ষেত্রে মিতুন প্রশাসনিক কাজের বাইরে ও জেলা শাসন করতে কতটা মাথা ঘামান সেটাই দেখার।
SIR |‘নির্বাচন কমিশন কিলিয়ে কাঁঠাল পাকাবার চেষ্টা করছে’, এসআইআর নিয়ে মন্তব্য উদয়নের
বেলাকোবা: নির্বাচন কমিশন কিলিয়ে কাঁঠাল পাকাবার চেষ্টা করছে। রাজ্যে এসআইআর (SIR) নিয়ে এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। উদাহরণ দিতে গিয়ে তিনি তাঁর স্ত্রীর প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ‘স্ক্যান করতে গিয়ে আমার স্ত্রীর পদবী অন্য দেখাচ্ছিল।’ তাঁর মন্তব্য, যেই কাজ দু বছরের ,তা কমিশন দু মাসে করতে চাইছে। ফলে বিভিন্ন সমস্যা হচ্ছে। […] The post SIR | ‘নির্বাচন কমিশন কিলিয়ে কাঁঠাল পাকাবার চেষ্টা করছে’, এসআইআর নিয়ে মন্তব্য উদয়নের appeared first on Uttarbanga Sambad .
liquor price: ১ ডিসেম্বর থেকেই বাড়ছে মদের দাম, নতুন বছরেই বড় চাপ পকেটে
West Bengal liquor price hike: বঙ্গে শীতের মরসুম শুরু হতেই নতুন বছরের আগে বাড়ছে মদের দর। আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে রাজ্যে সব ধরনের মদের উপর অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হবে বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য আবগারি দফতর। নতুন নীতিতে দেশি ও বিদেশি, সব শ্রেণির মদের উপর শুল্ক বাড়ানো হয়েছে, শুধুমাত্র বিয়ার এর অন্তর্ভুক্ত নয়। প্রস্তুতকারক, পরিবেশক ও পাইকারি বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে ৩০ নভেম্বরের মধ্যে যতটা সম্ভব পুরনো দরে স্টক ছাড়তে, কারণ পরে আগের দামে মদ বিক্রি করা যাবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭৫০ মিলিলিটারের বিদেশি মদের বোতলে ৩০ থেকে ৪০ টাকা বাড়বে, আর ১৮০ মিলিলিটারের প্যাকেটে দাম বাড়বে ১০ টাকা। দেশি মদের দামে প্রতিটি প্যাকেটে ১০ টাকার বৃদ্ধি হবে। আরও পড়ুন- 'অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে',শুভেন্দুকে নিশানা, মোদীকে সরাসরি চ্যালেঞ্জ সায়নির সূত্রের খবর, ২০২৫-২৬ আর্থিক বছরে রাজ্যের বার্ষিক আবগারি রাজস্ব লক্ষ্যমাত্রা ১৯,০০০–২০,০০০ কোটি টাকা। আবগারি দফতরের এক সিনিয়র আধিকারিক বলেন, “আমরা এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে চাই। এই দামবৃদ্ধির ফলে মদের খরচ কমবে না, তবে রাজস্ব প্রায় ৪,০০০ কোটি টাকা বাড়বে বলে আশা করছি, যা রাজ্যের রাজস্ব ঘাটতি কমাতে সহায়ক হবে।” নতুন শুল্কহার কার্যকর হওয়ার এক মাস পরেই প্রকৃত রাজস্ব প্রভাব বোঝা যাবে বলে জানান ওই আধিকারিক। তিনি বলেন, “আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজস্ব বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী কয়েক মাসে রাজ্য সরকার আরও নানা ঘোষণা করতে পারে। রাজস্ব বাড়লে সরকার জনকল্যাণমূলক প্রকল্পে বেশি খরচ করতে পারবে।” আরও পড়ুন- Sheikh Hasina Extradition:হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধের কি জবাব দিল ভারত? ইউনূসের কাছে মাথা নত করবে মোদী? রাজ্যের বড় ব্যয়গুলোর মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (২৫,০০০ কোটিরও বেশি), বাংলার বাড়ি (৪০,০০০ কোটির বেশি), এবং কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, পূজা অনুদান ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প (১০,০০০ কোটিরও বেশি)। পাশাপাশি মুলতুবি ডিএ-র কারণে অতিরিক্ত ১১,০০০ কোটি টাকার বোঝা পড়তে পারে রাজ্যের উপর। ২০২৫-২৬ বাজেটের আর্থিক বিবৃতি অনুযায়ী, রাজ্যের আনুমানিক রাজস্ব ঘাটতি ৩৫,৩১৪.৯৫ কোটি টাকা, রাজকোষ ঘাটতি ৭৩,১৭৭.৯৬ কোটি টাকা এবং মোট বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭,৭১,৬৭০.৪১ কোটি টাকায়। প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে না-বিক্রি হওয়া সব স্টকেই নতুন দাম প্রযোজ্য হবে এবং গ্রাহকদের সচেতন করতে প্রতিটি বোতলে নতুন মূল্য-স্টিকার লাগাতে হবে। সংশ্লিষ্ট সব সংস্থাকে বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে। ব্র্যান্ড মালিক ও পরিবেশকদের ১ ডিসেম্বরের আগে প্রয়োজনীয় নথিভুক্তি ও লেবেল পরিবর্তন সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন- 'আপনি কি ভারত হিলিয়ে দেবেন, মানুষ আপনাকে বিদায় করবে, মমতাকে ভয়ঙ্কর নিশানা শুভেন্দুর বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বরের শুরুতে মদের বাজারে সাময়িক অস্থিরতা দেখা দিতে পারে। যদিও প্রশাসনের আশা, ব্যবসায়ীদের আগাম প্রস্তুতির কারণে বড় কোনও বিশৃঙ্খলা তৈরি হবে না। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই দাম বৃদ্ধির হিসাব-নিকাশ শুরু করে দিয়েছেন মদ ব্যবসায়ীরা।
রাজ্য পুলিশে বড়সড় রদবদল, ১০ জেলার পুলিশ সুপার ও ASP পদে বদলি
দেখে নিন কোন জেলায় বদলি হলেন কোন পুলিশকর্তা।
Protest Against Sukanta Majumdar: সুকান্তর এই মন্তব্যকে একেবারে 'সহজপাচ্য' তৃণমূল-বিজেপি সংঘাত হিসাবে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। বৃহস্পতিবারের বিক্ষোভ যখন বারংবার জুড়ে যাচ্ছে দিলীপ-অভিজিতের নামটা সেই আবহে এই মন্তব্যের একাধিক মুখ থাকতে পারে বলেই মত তাঁদের।
Prashant Barman |স্বর্ণ ব্যবসায়ী খুনে আগাম জামিন পেয়েই নতুন উদ্যমে কাজে ফিরলেন বিডিও প্রশান্ত বর্মন
বেলাকোবা: স্বর্ণ ব্যবসায়ী খুনে জামিন পেয়েই নতুন উদ্যমে কাজে ফিরলেন রাজগঞ্জের বিডিও (Rajganj BDO) প্রশান্ত বর্মন (Prashant Barman)। বৃহস্পতিবার রাজগঞ্জ বিডিও অফিসে তাঁকে নানা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। বিতর্ককে পাশে রেখে তিনি কর্মীদের নির্দেশ দেন, যাতে জনগণ পরিষেবা নিতে এসে খালি হাতে না ফেরেন। নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুন কাণ্ডে (Gold trader murder case) […] The post Prashant Barman | স্বর্ণ ব্যবসায়ী খুনে আগাম জামিন পেয়েই নতুন উদ্যমে কাজে ফিরলেন বিডিও প্রশান্ত বর্মন appeared first on Uttarbanga Sambad .
Harishchandrapur |কালভার্টের ওপর গর্ত, বিপদের শঙ্কা
হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) সদর এলাকা থেকে বারদুয়ারিগামী রাজ্য সড়কের ওপর একটি কালভার্টে ফাটল তৈরি হয়েছে। সেই ফাটলটি বর্তমানে গর্তে পরিণত হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যে কোনও মুহূর্তে ওই গর্তের মধ্যে গাড়ির চাকা বসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তাঁদের অভিযোগ, রাস্তাটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সত্ত্বেও প্রশাসনের এদিকে কোনও নজর নেই। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান […] The post Harishchandrapur | কালভার্টের ওপর গর্ত, বিপদের শঙ্কা appeared first on Uttarbanga Sambad .
Old Malda |পদত্যাগে ষড়যন্ত্রের ইঙ্গিত, তৃণমূলের অস্বস্তি বাড়ালেন কার্তিক
সিদ্ধার্থশংকর সরকার, পুরাতন মালদা: পুরাতন মালদা (Old Malda) পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ‘যড়যন্ত্র’ তত্ত্ব সামনে আনলেন কার্তিক ঘোষ। তাঁর বক্তব্যে নতুন করে সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলও। দলীয় নির্দেশে মঙ্গলবার চেয়ারম্যান পদে ইস্তফা দেন কার্তিক। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘লোকসভা নির্বাচনে ভোট মেরুকরণ হওয়ায় তৃণমূলের ফল খারাপ হয়। কিন্তু পরিশ্রমের […] The post Old Malda | পদত্যাগে ষড়যন্ত্রের ইঙ্গিত, তৃণমূলের অস্বস্তি বাড়ালেন কার্তিক appeared first on Uttarbanga Sambad .
Anushka Sharma WPL 2026: এবার WPL খেলবেন অনুষ্কা শর্মা! কোন দলের হয়ে জানেন?
WPL 2026 Mega Auction: শিরোনাম পড়ে খানিক চমকে উঠলেন তো? তবে এটাই সবচেয়ে বড় সত্যি! ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)। এই ভারতীয় ক্রিকেটারকে দলে টানতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু, শেষপর্যন্ত তারা এঁটে উঠতে পারেনি। ৪৫ লাখ টাকার বিনিময়ে তিনি গুজরাট জায়ান্টস (Gujarat Giants) দলে যোগ দিলেন। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটমহলে শোরগোল পড়ে গিয়েছে। WPL 2026 Auction Live Updates: RCB-র হাতে এবার 'বড় দাঁও', দলে নিল এই বিধ্বংসী ক্রিকেটারকে! কে এই অনুষ্কা শর্মা? আপনারা যে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার ব্যাপারে ভাবছেন, তেমনটা একেবারেই নয়। ইনি হলেন অনুষ্কা বৃজমোহন শর্মা। মধ্যপ্রদেশ মহিলা ক্রিকেট দলের হয়ে খেলেন তিনি। তবে পাশাপাশি ইন্ডিয়া সি উইমেন, ইন্ডিয়া বি উইমেন (অনূর্ধ্ব-১৯), ইন্ডিয়া ই উইমেন এবং বুন্দেলখণ্ড বুলস উইমেনের হয়ে খেলেন তিনি। ২০০৩ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেছেন অনুষ্কা। ২২ বছর বয়সি এই ক্রিকেটার ইতিমধ্য়ে যে নিজের প্রতিভার প্রতি সুবিচার করেছেন, তা বলা যেচেই পারে। Top 6 Expensive Cricketers in WPL 2026 Mega Auction: নিলাম টেবিলে টাকার বন্যা, মালামাল হলেন এই ৬ তারকা ক্রিকেটার! একনজরে কেরিয়ার একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে তিনি দলের মিডল অর্ডারে ভরসা দেখাতে পারেন। এর পাশাপাশি অফ-স্পিন বোলিংও যথেষ্ট ভাল করেন তিনি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পরিসংখ্যান এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দেশের ঘরোয়া ক্রিকেটে অনুষ্কা মূলত টি-২০ এবং লিস্ট এ ফরম্য়াটের হয়েই খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে ম্য়াচ প্রতি গড়ে ৬৩ রান করেচেন। প্রতি ১০.১ বলে একটি করে বাউন্ডারি হাঁকিয়েছেন। আর প্রত্যেক ২৭ বলে একটি করে উইকেট শিকার করেছেন। WDT20 টুর্নামেন্টে তিনি ম্য়াচ প্রতি ২১.৮ রান করেছেন। আর প্রতি ১৮ বল অন্তর একটি করে উইকেট শিকার করেছেন। যাবতীয় ফরম্য়াট মিলিয়ে তিনি ৪,০০০ বেশি রান করেছেন। লোয়ার অর্ডারে তিনি ব্য়াট হাতে যথেষ্ট ধারাবাহিকতা দেখিয়েছেন। WPL 2026 Auction: ২০২৫ বিশ্বকাপে জোড়া শতরান, তাও আনসোল্ড রইলেন এই তারকা ক্রিকেটার সম্প্রতি সিনিয়র উইমেন্স ইন্টার-জ়োনাল ট্রফিতে অনুষ্কা সেন্ট্রাল জ়োনের হয়ে নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন। মাত্র ৫৮ বলে তিনি ৮০ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এই টুর্নামেন্টে ১২৫ স্ট্রাইক রেটে তিনি মোট ১৫৫ রান করেন। পাশাপাশি এই মরশুমে মধ্যপ্রদেশের হয়ে সিনিয়র উইমেন্স টি-২০ ট্রফিতে তিনি ২০৭ রান করেছেন।
PM Modi: দৃষ্টিহীন মেয়েদের বিশ্বকাপ জয়, হাতে ব্যাট তুললেন মোদীও
PM Modi With Women's Blind Cricket Team: রবিবার অর্থাৎ মেয়েদের জয়ের দিনেই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছিলেন, 'ভারতীয় দৃষ্টিহীন মহিলাদের ক্রিকেট টিমকে অনেক শুভেচ্ছা জানাই। তাঁরা উদ্বোধনী বিশ্বকাপেই ইতিহাস গড়লেন। প্রথম টুর্নামেন্টেই ভারতের হাতে বিজয়ী পতাকা তুলে দিলেন।'
জঙ্গি সন্দেহে জম্মুতে গ্রেপ্তার যুবক, ভূস্বর্গে ফের নাশকতার ছক?
পহেলগাঁও হামলার পরই উপত্যকায় আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
WPL 2026 Mega Auction: মেগা নিলামে সবচেয়ে দামি দীপ্তি শর্মা, বিশ্বজয়ীর জন্য লড়ল কোন দল?
Deepti Sharma: ছাব্বিশে হতে চলা উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের আসর বসেছিল দিল্লিতে। মেগা নিলামে মোট ২৭৭জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হয়েছে। সেখানে সবচেয়ে দামি প্লেয়ার হয়েছেন সদ্য বিশ্বজয়ী ভারতীয় সুপারস্টার দীপ্তি শর্মা।
‘ধর্মেন্দ্রজির মৃত্যু আগেই হয়েছে, এখন নাটক হচ্ছে’, রাখি সাওয়ান্তের বিস্ফোরক দাবিতে তুঙ্গে বিতর্ক
'হাসপাতালের ডাক্তাররাই আমাকে জানিয়েছেন', কী বললেন রাখি?
BJP কর্মীদের উপর হামলায় উস্কানি দিচ্ছেন মমতা: সম্বিত পাত্র
BJP in Bengal: সম্বিত পাত্র বলছেব, “সাধারণ মানুষ কী কথা বলছেন সেটা অন্য বিষয়। কিন্তু যখন এক মুখ্যমন্ত্রী বলেন বিজেপিকে ছেড়ে কথা বলা হবে না, আগুন লেগে যাবে, দেশ ভেঙে যাবে, দেশের ঘুম উড়িয়ে দেব সেটা পুরো অন্য ব্য়াপার। এসব বলে আমাদের কার্যকর্তাদের বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে।”
পাকিস্তানের সঙ্গে পাল্লা দিতে না বলছেন এক ভারতীয় সেনা বলে ছড়াল AI ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
চোখ খুলেছিলেন, হাতও নড়ছিল, শেষ সময় ধর্মেন্দ্রকে কী অবস্থায় দেখেছিলেন পরিচালক?
হাসপাতাল থেকে ছড়িয়ে পড়া এক ভিডিয়োই শেষ। সেখানে দেখা গিয়েছিল গোটা দেওল পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। সামনে বেডে তখন অবচেতন ধর্মেন্দ্র। তাঁর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের সেই বুক ফাটা কান্না দেখে ডুকরে উঠেছিল সকলের মন। যদিও সেই ভিডিয়োর সত্যতা নিয়ে কেউ মুখ খোলেননি। তবুও, সেই এক ঝলকই যে শেষ দেখা হতে, তা কে জানত?
পুজোয় টানা ১২ দিন ছুটি! দেখে নিন ২০২৬-এর ঘোষিত রাজ্য সরকারি ছুটির পূর্ণাঙ্গ তালিকা
আগামী বছর মোট কতদিন ছুটি?
Medinipur: খোঁজ নেই বহু ভোটারের, ফর্মই দেওয়া যায়নি, এবার বুথে নোটিস সাঁটালেন BLO
SIR In WB: স্থানীয় বিএলওরা এ বিষয়ে মুখ না খুললেও বিএলএ ২ সহ রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ । ২২৪ খড়্গপুর বিধানসভার ১৭৩ নম্বর বুথের তৃণমূলের BLA ২ ছবি দাস জানান, তাঁর বুথেও বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না । তবে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, বিএলও ইতিমধ্যেই বুথের বাইরে নোটিস সাঁটিয়েছেন।
Gangarampur |চাকরির টোপ দিয়ে টাকা আদায়! কনস্টেবল নিয়োগ পরীক্ষার আগে ফের গ্রেপ্তার, উদ্ধার বিপুল নগদ
গঙ্গারামপুর: রাজ্য সরকারের কনস্টেবল পদের পরীক্ষার আগে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা তোলার অভিযোগে দু’দিন আগে গঙ্গারামপুর থানার পুলিশ (Gangarampur Police) গ্রেপ্তার করে এক সিভিক ভলান্টিয়ার ও তার স্ত্রী-কে। এবার তাদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে উঠে এল আরও একজনের নাম। একই অভিযোগে বৃহস্পতিবার সুভাষ বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি […] The post Gangarampur | চাকরির টোপ দিয়ে টাকা আদায়! কনস্টেবল নিয়োগ পরীক্ষার আগে ফের গ্রেপ্তার, উদ্ধার বিপুল নগদ appeared first on Uttarbanga Sambad .
ইথিওপিয়ার ছাইয়ের জন্যই দূষণ মুম্বইয়ে! ‘দাঁড়ান দাঁড়ান, আগেও…’ভর্ৎসনা হাই কোর্টের
দশ হাজার বছর পর জেগে উঠেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি।
একপায়েই কামাল বিএলওর, প্রতিবন্ধকতাকে জয় করে ৯৯% কাজ শেষ বিষ্ণুপুরের শোভানারার
শোভানারাকে সংবর্ধনা জানিয়েছেন বিষ্ণুপুরের বিডিও।
Assam: BJP শাসিত অসমে যুগান্তকারী আইন পাশ, বহুবিবাহ দণ্ডনীয় অপরাধ! আইন অমান্যে কড়া শাস্তি
Assam polygamy ban: অসম বিধানসভায় বৃহস্পতিবার পাস হল ‘আসাম প্রোহিবিশন অফ পলিগ্যামি বিল, ২০২৫’, যার মাধ্যমে রাজ্যে বহুবিবাহকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হল। আইন ভাঙলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। তবে তফসিলি জনজাতি (ST) এবং সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা—যেমন বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন, ডিমা হসাও, করবি আংলং ও পশ্চিম করবি আংলং—এই আইনের আওতার বাইরে থাকবে। বিলে ভুক্তভোগী নারীর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা: নতুন আইনে বহুবিবাহের সংজ্ঞা হিসেবে উল্লেখ করা হয়েছে— যদি কোনও ব্যক্তি জীবিত সঙ্গী থাকা অবস্থায়, বা আইনগতভাবে বিচ্ছেদ না হওয়া অবস্থায়, কিংবা বিবাহবিচ্ছেদের রায় চূড়ান্ত না হয়ে আপিল বিচারাধীন থাকা অবস্থায় অন্য কারও সঙ্গে বিবাহে আবদ্ধ হন—তাহলেই তা বহুবিবাহ হিসেবে গণ্য হবে।এছাড়া, আক্রান্ত স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার বিধানও রাখা হয়েছে। আরও পড়ুন- CBSE CTET ২০২৬ রেজিস্ট্রেশন শুরু, আবেদনের শেষ তারিখ কবে? পরীক্ষা ফেব্রুয়ারিতে “ধর্মনিরপেক্ষ আইন, ইসলামবিরোধী নয়”—হিমন্ত বিশ্ব শর্মা বিল পাসের সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন,“এই আইন ধর্মনিরপেক্ষ। এটি কোনও ধর্মের বিরুদ্ধে নয়। হিন্দু সমাজও বহুবিবাহ থেকে মুক্ত নয়। তাই হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের ওপরেই এই আইন প্রযোজ্য।” তিনি আরও অনুরোধ করেন, নারীর ক্ষমতায়নের স্বার্থে যেন বিলটি সর্বসম্মতভাবে পাস হয়। যদিও AIUDF ও CPI(M) সংশোধনী প্রস্তাব তোলে, যা পরে ভয়েস ভোটে খারিজ হয়ে যায়। আরও পড়ুন- Kolkata Metro: লন্ডন–মস্কোর পথে কলকাতা মেট্রো! অত্যাধুনিক প্রযুক্তির বলে পাতালপথে যাত্রা এবার জমে ক্ষীর! আসাম প্রোহিবিশন অফ পলিগ্যামি বিল, ২০২৫—কী রয়েছে এতে? আরও পড়ুন- Weekend Trip: কলকাতার কাছের গোপন এক 'সমুদ্র-রাজ্য', কোলাহলমুক্ত অপরূপ সাগড়পাড় যেন স্বর্গীয় গন্তব্য! শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিলটি বিধানসভায় তোলা হয়।তফসিলি উপজাতি ও Sixth Schedule এলাকা পুরোপুরি এই বিলের আওতার বাইরে। বিলের আওতায় দোষী সাব্যস্ত হলেসরকারি বা সরকার-অনুদানপ্রাপ্ত চাকরি পাওয়া যাবে না,আসাম সরকারের কোনও স্কিমে সুবিধাভোগী হওয়া যাবে না,আসামের কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাও নিষিদ্ধ হবে।
দল বাড়তে চলেছে WPL-এ! ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিল্লি ক্যাপিটালসের মালিকের
ডব্লিউপিএলকে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে দেখতে চান তিনি।
Lifestyle |প্রিয় পোশাকে দাগ! ডিটারজেন্ট ছাড়াই এক নিমেষে হবে ভ্যানিশ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দাগ ভালো না মন্দ? এই প্রশ্নের উত্তর কারণের উপর নির্ভর করে। ভালো কারণের উপর প্রিয় পোশাকে দাগ লাগলেও একটু তো মন খারাপ হয়ই! সেই দাগ থেকে মুক্তি পেতে গিয়ে তাতে সাবান কিংবা সার্ফ দিয়ে ঘষতে গিয়ে আবার বিপত্তি বাধে। কখনও রং উঠে যায়, কখনও গোটা পোশাকটাই খারাপ হয়ে যায়। তা আর […] The post Lifestyle | প্রিয় পোশাকে দাগ! ডিটারজেন্ট ছাড়াই এক নিমেষে হবে ভ্যানিশ appeared first on Uttarbanga Sambad .
Balurghat |বন্দিদের হাতে মোবাইল, সংশোধনাগারের নিরাপত্তায় প্রশ্ন
সুবীর মহন্ত, বালুরঘাট: সংশোধনাগার থেকেই কি বাইরের অপরাধের পরিকল্পনা করা হচ্ছে? মঙ্গলবার ফের দুই বন্দির কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হওয়ায়, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ। বন্দিদের হাতে ফোন থাকা, অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও যে দুশ্চিন্তার কারণ, অস্বীকার করছেন না কেউই। সামনে আসছে নিরাপত্তাজনিত নজরদারি এবং পরিকাঠামোগত সমস্যার বিষয়টিও। বালুরঘাট কেন্দ্রীয় […] The post Balurghat | বন্দিদের হাতে মোবাইল, সংশোধনাগারের নিরাপত্তায় প্রশ্ন appeared first on Uttarbanga Sambad .
চেনেন এলাকার সব বাড়ি, ৭৬ বছরের বিএলএ-ই মুশকিল আসান বহু বিএলও-র!
পরপর তিন বার তিনি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য ছিলেন।
Migrant worker death |ডান হাতে গুলির দাগ, খোবলানো চোখ, উদ্ধার পরিযায়ীর দেহ
বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: বাড়ি থেকে ৫০০ মিটার দূরে উদ্ধার হল এক পরিযায়ী শ্রমিকের গুলিবিদ্ধ ক্ষতবিক্ষত দেহ (Migrant worker death)। ঘটনাস্থলে পাওয়া গিয়েছে একটি মদের বোতল, দুটি প্লাস্টিকের গ্লাস, কীটনাশকের বোতল। মঙ্গলবার বিকেল থেকে ওই শ্রমিক নিখোঁজ ছিলেন। বুধবার সকালে তাঁর দেহ খুঁজে পান পরিবারের লোকজন। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। ঘটনাস্থল রায়গঞ্জ থানার মহিপুর […] The post Migrant worker death | ডান হাতে গুলির দাগ, খোবলানো চোখ, উদ্ধার পরিযায়ীর দেহ appeared first on Uttarbanga Sambad .
‘আমার শরীর, আমার সম্পত্তি…’, হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠলেন ঐশ্বর্য!
বিশেষ করে নারী চেতনা নিয়ে বরাবরই স্পষ্ট বক্তব্য রেখেছেন ঐশ্বর্য। তা মানসিক অবসাদ হোক কিংবা ইভ টিজিং। আর এবার জনপ্রিয় প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানি আয়োজিত এক অনুষ্ঠানে রাস্তাঘাটে মহিলাদের উপর চলা হেনস্থা, অশ্লীল ব্যবহারের বিরুদ্ধে গর্জে উঠলেন জুনিয়ার বচ্চন ঘরনি।
Himanta Biswa Sarma: মঙ্গলবার বিধানসভায় 'অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫' পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু সেই সময় শিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে আলোচনার সময়ে বিরোধী কংগ্রেস, সিপিএম এবং রাইজোর দলের বিধায়কেরা ওয়াক আউট করে যায়। এরপর বৃহস্পতিবার আবার শুরু হয় যুক্তি-তর্ক। পাশ হয় এই নতুন বিল।
SIR-এর মাঝপর্বে অ্যাপ-সমস্যায় BLO-রা, কমিশনে অভিযোগ জানিয়ে কাজ হল?
SIR in Bengal: ফর্ম আপলোড করতে গিয়ে ফাঁপড়ে বিএলও-রা। কমিশনে জানিয়েও মেলেনি সুরাহা। এক বিএলও বলছেন, আমাদের গ্রুপে যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে আমরা সেটা করছি। কিন্তু গতকাল সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত অ্যাপ ডাউন। এক একটি ফর্ম ৫ থেকে ৭ বার পর্যন্ত আপলোড করার পরেও তা আপলোড হচ্ছে না।
Recipe |সরু চাকলি পিঠে দিয়েই বাড়িতেই হোক পৌষ পার্বণ! রইল রেসিপি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ গায়ে লাগতেই মনটা পিঠে খাওয়ার জন্য আনচান করছে? কবে পৌষ সংক্রান্তি আসবে, তারপর পিঠে খাবেন এও আবার হয় নাকি? এত অপেক্ষা করে কাজ নেই, বাড়িতেই বেশ গরম গরম পিঠে ভেজে মুখে তুলুন। নিজেও খান, পরিবারের সবাইকে খাওয়ান। খবু সহজ অথচ খেতে দুর্দান্ত এক পিঠের রেসিপি দিয়েই আগাম শুরু করুন […] The post Recipe | সরু চাকলি পিঠে দিয়েই বাড়িতেই হোক পৌষ পার্বণ! রইল রেসিপি appeared first on Uttarbanga Sambad .

13 C