শিশুদের সঙ্গে খুনসুটি থেকে ‘পরীক্ষা পে চর্চা’, ছবিতে দেখুন মোদীর ২০২৫-র নানা মুহূর্ত
PM Narendra Modi: কখনও তাঁকে পড়ুয়াদের সঙ্গে 'পরীক্ষা পে চর্চা'-য় দেখা গিয়েছে। কখন রাষ্ট্রনেতাদের সঙ্গে আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনায় মগ্ন থাকতে দেখা গিয়েছে। ২০২৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নানা মুহূর্ত দেখুন ছবিতে।
Damien Martyn: ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের মাঝপথে অস্ট্রেলিয়া ক্রিকেট (Australia Cricket Team) সমর্থকদের উপর ভেঙে পড়ল দুঃখের পাহাড়। প্রাক্তন অজ়ি ক্রিকেটার ডেমিয়েন মার্টিন গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। জানা গিয়েছে, ৫৪ বছর বয়সি মার্টিনকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর মেনিনজাইটিসের চিকিৎসা চলছে। সূত্রের খবর, বক্সিং ডে টেস্টের দিনই তাঁর শারীরিক অবস্থার আচমকা অবনতি হয়। আপাতত চিকিৎসকেরা তাঁকে ইনডিউজ়ড কোমায় রেখেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মেনিনজাইটিস এমন একটি রোগ, যাতে মস্তিষ্ক এবং মেরুদণ্ডকে ঘিরে থাকা পাতলা আবরণীতে একধরণের প্রদাহ হতে থাকে। Sri Lankan Cricketer Passed Away: ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার শিকার, টানা ৮ বছর কোমায়! মারা গেলেন শ্রীলঙ্কার ক্রিকেটার ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুসারে, মার্টিনের ঘনিষ্ঠ বন্ধু তথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট স্থানীয় একটি সংবাদমাধ্যমকে এই ব্যাপারে জানিয়েছেন। গিলক্রিস্টের কথায়, মার্টিনকে আপাতত সেরা চিকিৎসা প্রদান করা হচ্ছে। মার্টিনের পার্টনার আমান্ডা এবং ওঁর পরিবারবর্গ খুব ভাল করে জানে যে গোটা ক্রিকেট বিশ্ব আপাতত ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। Australia Cricket Team: অস্ট্রেলিয়া ক্রিকেটে চরম দুঃসংবাদ, বিশ্বাসই হচ্ছে না সমর্থকদের! ৬ বছর পর দলে কামব্যাক অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন ডেমিয়েন মার্টিন। ক্যাঙারু দলের হয়ে তিনি মোট ৬৭ টেস্ট ম্য়াচ খেলেছেন। ১৯৯২ সালে সালে ডেবিউ কররা পর ১৯৯৪ সালে আচমকা তাঁকে দল থেকে বের করে দেওয়া হয়। এরপর প্রায় ৬ বছর অপেক্ষার পর ২০০০ সালে ফের অস্ট্রেলিয়া ক্রিকেট দলে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। স্টিভ ওয়ার বিশ্বজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০০৬ সালে অ্যাশেজ সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। টেস্ট কেরিয়ারে তিনি ৪,৪০৬ রান করেন। এরমধ্যে ১৩ শতরান রয়েছে। তাঁর ব্যাটিং গড় ছিল ৪৬.৩৭। England vs Australia: ১৪ বছর অপেক্ষার অবসান, বক্সিং ডে টেস্ট ৪ উইকেটে জিতল ব্রিটিশরা টানা ২ বার জেতেন বিশ্বকাপ অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটেও ডেমিয়েন মার্টিনের অবদান অনস্বীকার্য। ১৯৯৯ এবং ২০০৩ সালে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্য ছিলেন তিনি। ২০০৩ সালে ফাইনাল ম্য়াচে ভারতের বিরুদ্ধে তিনি অপরাজিত ৮৮ রান করেছিলেন। এবং রিকি পন্টিংয়ের সঙ্গে ২৩৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন। ওয়ানডে কেরিয়ারে মার্টিন ৪০.৮০ গড়ে মোট ৫,৩৪৬ রান করেন। এরমধ্যে পাঁচটি শতরান রয়েছে। Ashes 2025: বদলে গেল অ্যাসেজের ইতিহাস, ২ দিনে ম্যাচ পকেটে পুরল অস্ট্রেলিয়া ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর ডেমিয়েন মার্টিন বেশ কয়েকবছর কমেন্ট্রি করেছিলেন। এরপর আচমকা লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। যদিও সম্প্রতি তিনি ক্রিসমাস ইভ এবং বক্সিং ডে টেস্ট নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্ম এক্স-য়ে টুইট করেছিলেন তিনি। সেখানে তিনি লিখেছিলেন, 'যদি প্রাক্তন ক্রিকেটাররা আবারও খেলতে পারত, তাহলে সেটা এই ম্য়াচটাই হত। বক্সিং ডে টেস্ট ম্য়াচ। কী অসাধারণ দৃশ্য।' আপাতত গোটা ক্রিকেট বিশ্ব ডেমিয়েন
SIR In WB: এর আগে ভুয়ো ভোটার নিয়ে রাজ্যকে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু তখন সেই নির্দেশ কার্যকর করা হয়নি। প্রশ্ন উঠছে, কেন সিইও এবং কমিশনকে দায়ী করা হচ্ছে? ইআরও এবং বিএলও শুনানির জন্য ডেকেছেন। তাঁদের কাছে গিয়ে অসুবিধার কথা জানাতে পারতেন। এখানে কমিশন কী করবে? শুনানির কাজ করার দায়িত্ব ইআরও-র।
PAN Aadhaar link: আজই শেষ সুযোগ! প্যান–আধার লিঙ্ক না করলে কাল থেকেই কী দুর্ভোগে পড়বেন জানেন?
PAN Aadhaar e-filing portal: প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫। এই সময়সীমার মধ্যে প্যান–আধার লিঙ্ক না করলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে প্যান কার্ড ‘ইনঅপারেটিভ’ বা অকার্যকর হয়ে যেতে পারে বলে ফের সতর্ক করল আয়কর দফতর। আয়কর দফতরের পক্ষ থেকে প্যানধারীদের কাছে আবারও আবেদন জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই প্যান ও আধার লিঙ্ক করার প্রক্রিয়া সম্পন্ন করতে। একটি ইটি রিপোর্ট অনুযায়ী, সময়সীমা পেরিয়ে গেলে প্যান নিষ্ক্রিয় হয়ে পড়বে, যার ফলে আয়কর রিটার্ন জমা দেওয়া, রিফান্ড পাওয়া এবং একাধিক আর্থিক লেনদেনে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে। আরও পড়ুন- offbeat destinations: সবুজ চা বাগান, নদী আর পাহাড়ি রাস্তা, ডুয়ার্সের লুকানো রত্ন অনিন্দ্যসুন্দর এই প্রান্ত আয়কর দফতর স্পষ্ট জানিয়েছে, নিষ্ক্রিয় প্যান দিয়ে কোনও গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন বা কর সংক্রান্ত কাজ করা যাবে না। তাই বছরের শেষের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত জরুরি। আরও পড়ুন- Khaleda Zia funeral: ঢাকা সফরে এস জয়শঙ্কর, খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেবেন কীভাবে প্যান–আধার লিঙ্ক করবেন? প্যান–আধার লিঙ্ক করতে হলে করদাতাদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে- *আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন ( www.incometax.gov.in ) *প্রোফাইল সেকশনে গিয়ে ‘Link Aadhaar’ অপশনটি নির্বাচন করুন *প্যান ও আধারের তথ্য দিয়ে ‘e-Pay Tax’-এর মাধ্যমে পেমেন্ট অপশনে যান *সংশ্লিষ্ট অ্যাসেসমেন্ট ইয়ার নির্বাচন করে ‘Other Receipts’ ক্যাটেগরি বেছে নিন *প্রি-ফিলড টাকার অঙ্ক যাচাই করে এগিয়ে যান *চালান তৈরি করে ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন আরও পড়ুন- Indian Railway vacancy: মাধ্যমিক পাশেই রেলে চাকরি! ২২ হাজার পদে বড় নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিশদে *পেমেন্ট সফল হলে ফের ই-ফাইলিং পোর্টালে ফিরে লিঙ্কিং প্রক্রিয়া শেষ করুন *আধারে থাকা নাম অনুযায়ী প্যান ও আধার নম্বর দিয়ে ‘Validate’ করুন *আধারের সঙ্গে যুক্ত মোবাইলে আসা ওটিপি দিয়ে আবেদন সাবমিট করুন *আবেদন ও প্রয়োজনীয় পেমেন্ট সম্পন্ন হলে সাধারণত দ্রুত যাচাই প্রক্রিয়া শেষ হয় বলে জানিয়েছে আয়কর দফতর। *কর বিশেষজ্ঞদের পরামর্শ, শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই প্যান–আধার লিঙ্ক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে (India-Pakistan) মধ্যস্থতার দাবিতে (Mediated) এবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতায় নামল চিনও (China)। সম্প্রতি চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই মার্কিন প্রেসিডেন্টের সুরেই দাবি করেন, চলতি বছর বেজিং বেশ কয়েকটি দেশের মধ্যে চলা সংঘর্ষে মধ্যস্থতা করেছে। সেই তালিকায় ছিল গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সামরিক উত্তেজনাও। আর চিনের এই […] The post China | ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতা! ভারত-পাক সংঘর্ষবিরতিতে মধ্যস্থতার দাবি চিনের, সরাসরি প্রত্যাখ্যান নয়াদিল্লির appeared first on Uttarbanga Sambad .
প্রযুক্তির যুগেও বইয়ের রমরমা, পৌষমেলায় গ্রন্থের বিপণন ছাড়াল ৩৫ লক্ষের গণ্ডি!
বিশ্বভারতী গ্রন্থন বিভাগের স্টলে ৫ লক্ষ টাকারও বেশি বই বিক্রি হয়েছে।
Sri Lanka Cricket Team: শ্রীলঙ্কার প্রাক্তন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার অক্ষু ফার্নান্ডো (Akshu Fernando) ২০২৫ সালের ৩০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একটি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। এরপর টানা ৮ বছর ছিলেন কোমায়। প্রসঙ্গত, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর রেল লাইন পারাপারের সময় তিনি দুর্ঘটনার শিকার হয়েছিল। এরপর থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। দীর্ঘ সময় তিনি জীবন-মৃত্যুর মাঝখানে লড়াই করলেন। শেষপর্যন্ত ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার জীবন যুদ্ধের লড়াইয়ে হেরে যান। বিদায় জানালেন পার্থিব জগৎকে। England Cricketer Death: প্রয়াত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার, নেমে এল শোকের ছায়া শ্রীলঙ্কান ক্রিকেটারের মৃত্যু ২০১৮ সালের শেষদিকে মাউন্ট লাবিনিয়া বিচের পার্শ্ববর্তী একটি রেল লাইন পারাপার করছিলেন অক্ষু। সেইসময় আচমকা একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা মারে। দলের রানিং সেশন শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। এমন সময় ঘটে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা। মাথায় গুরুতর আঘাত পান অক্ষু। শরীরের একাধিক হাড় ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। বেশ কয়েকবছর তিনি মেডিক্যাল কেয়ারে ছিলেন। এত বছর কোমায় থাকার পর শেষপর্যন্ত অক্ষু মারা গেলেন। Bengal Cricketer Death: ক্যানসারের যুদ্ধে হারল জীবন, মারা গেলেন বাংলার তরুণ ক্রিকেটার শোকজ্ঞান করছেন সকলেই শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তথা আন্তর্জাতিক কমেন্টেটর রোশন অবেসিংহে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রীলঙ্কার একটি দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'অক্ষু ফার্নান্ডোর মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। ও একজন অসাধারণ তরুণ ক্রিকেটার ছিল। একটি দুর্ঘটনার কারণে গোটা কেরিয়ারটা শেষ হয়ে গেল। স্কুল এবং রগামা ক্লাবের হয়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে। যাঁরা ওকে চিনতেন, তাঁদের কাছে আজকের এই দিনটা সত্যিই খুব দুঃখজনক। ও যদি বন্ধুপরায়ন এবং ভাল মনের মানুষ ছিলেন। আমরা সবাই তোমাকে মিস করব। সারা জীবন তোমাকে মনে রাখব। ঈশ্বর তোমার আত্মার শান্তি দিন।' Indian Cricketer Death: পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের, শোকের ছায়া দেশজুড়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করেছিলেন ধামাকা পারফরম্য়ান্স শ্রীলঙ্কার উদীয়মান ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন এই অক্ষু ফার্নান্ডো। ২০১০ সালে নিউজিল্যান্ডে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচে তিনি ৫২ রানের নজরকাড়া ইনিংসও খেলেন। সংক্ষিপ্ত ক্রিকেট কেরিয়ারে অক্ষু প্রত্যেকটা বিভাগেই যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন। দুর্ঘটনার ২ সপ্তাহ আগে তিনি কেরিয়ারের শেষ ম্য়াচটি খেলেন। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর মুর্স স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ১০২ রানে অপরাজিত থাকেন।
জানুয়ারির শুরুতে টেন্ডার ডাকবে ফেডারেশন! আইএসএল চালু করতে ভরসা সেই এফএসডিএলই?
আইএসএল ক্লাবগুলো এদিন শর্ট টার্ম লিগের বাজেটও তৈরি করে ফেলেছে।
Dooars unexplored villages: ডুয়ার্স অঞ্চল পশ্চিমবঙ্গের এক অপরূপ সৌন্দর্য্যের ঠিকানা। শুধু চা বাগান, বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র বা পর্যটকপ্রিয় হিল স্টেশন নয়, বরং এখানে রয়েছে অসংখ্য অফবিট বা কম পরিচিত গ্রামীণ গন্তব্য, যা প্রকৃতি প্রেমী ও ট্রেকিং রসিকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই গ্রামীণ বিন্দুগুলি শহরের ভিড় ও কমার্শিয়াল পর্যটন থেকে দূরে, যা ভ্রমণকারীদের প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করে। ডুয়ার্সের গ্রামীণ এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহ্য ও সংস্কৃতির মিশ্রণকে তুলে ধরে। যেমন মিলক গ্রাম, যেখানে ছোট ছোট নদী, সবুজ চা বাগান এবং গ্রামের সাদামাটা জীবনধারা একসঙ্গে ছড়িয়ে আছে। এখানে পৌঁছালে পর্যটকরা স্থানীয় মানুষের সঙ্গে বসে তাদের দৈনন্দিন জীবনের গল্প শোনার সুযোগ পান। স্থানীয় হস্তশিল্প যেমন বনজ কাপড়, কাঠের তৈরি সামগ্রী এবং স্থানীয় খাবারের স্বাদ, যেটি শহুরে জীবনের রুচিকে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। আরও পড়ুন- offbeat destinations: ভাইরাল হওয়ার আগেই জেনে রাখুন কার্শিয়ঙের এই লুকোনো স্বর্গ! প্রকৃতিপ্রেমীদের নতুন ঠিকানা ডুয়ার্সের আরেকটি কম পরিচিত গ্রামীণ গন্তব্য হলো শিলিগুড়ি-দুয়ারের প্রান্তবর্তী ছোট গ্রামগুলো। এই গ্রামগুলোতে পাহাড়ি রাস্তা, বনের মধ্য দিয়ে প্রবাহিত ছোট নদী এবং নির্জন হাট-বাজার ভ্রমণকারীদের মনকে মুগ্ধ করে। এই অঞ্চলের গ্রামগুলিতে ভ্রমণ মানে কেবল দৃশ্য উপভোগ নয়, বরং ট্রেকিং ও সাইক্লিংয়ের জন্যও সেরা। বিশেষ করে বর্ষা ও শীতকালে, সবুজ বনভূমি, জলপ্রপাত এবং পাহাড়ি কুঁড়েঘর ভ্রমণকারীদের অনন্য অভিজ্ঞতা প্রদান করে। আরও পড়ুন- Offbeat destinations: সবুজ পাহাড়, ঝরনার গান আর স্বর্গীয় নিস্তব্ধতা, কার্শিয়ঙের বংকুলুং চমকে দিচ্ছে ভ্রমণপিপাসুদের ডুয়ার্সের গ্রামীণ পর্যটন সম্প্রতি পরিচিতি পাচ্ছে ইকো-ট্যুরিজম ও কমিউনিটি-বেসড ট্যুরিজম প্রকল্পের মাধ্যমে। স্থানীয়রা স্বেচ্ছায় পর্যটকদের জন্য হোমস্টে ব্যবস্থা করে, যেখানে তারা গ্রামের জীবনযাত্রা, কৃষি কাজ এবং স্থানীয় রীতিনীতি সম্পর্কে জানতে পারে। এটি পর্যটকদের জন্যও আনন্দদায়ক, কারণ তারা আধুনিক স্থাপত্য বা শহুরে জীবন থেকে দূরে এসে প্রকৃতির কাছাকাছি থাকতে পারে। আরও পড়ুন- Offbeat Places:'সেরার সেরা' ভ্রমণ অভিজ্ঞতা হবে! অপার্থিব সুখের ভাণ্ডার লুকিয়ে উত্তরবঙ্গের এই পাহাড়ি গাঁয়ে ডুয়ার্সের এই অফবিট গ্রামীণ বিন্দু শুধুমাত্র দর্শনীয় স্থান নয়, এটি প্রকৃতি, শান্তি এবং স্থানীয় সংস্কৃতির সংমিশ্রণ। যারা ভিড় ও আধুনিক পর্যটনকে পছন্দ করেন না, তাদের জন্য এই গ্রামগুলো আদর্শ। ডুয়ার্সের এই কম পরিচিত গ্রামগুলোতে ভ্রমণ মানে একেবারে ভিন্ন এবং মনোমুগ্ধকর অভিজ্ঞতা অর্জন।
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ! পথের ধারে অচেতন রক্তাক্ত কিশোরী
খুনের চেষ্টার অভিযোগ এনেছে পরিবার।
Malti Chahar-Bigg Boss: “আমার নাম জড়াবেন না”, অমল প্রসঙ্গে বিস্ফোরক দাবি মালতী চাহারের
বিগ বস ১৯ শেষ হওয়ার প্রায় চার সপ্তাহ পেরিয়ে গেলেও এই সিজন নিয়ে আলোচনা এখনও থামেনি। গৌরব খান্না এবারের বিজয়ী হলেও, প্রতিযোগীরা নিয়মিতভাবে খবরের শিরোনামে রয়েছেন। সম্প্রতি বিগ বস ১৯-খ্যাত মালতী চাহার ফের আলোচনায় আসেন, যখন একটি সাক্ষাৎকারে তার বাবা-মায়ের সম্পর্ক নিয়ে করা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে বাড়তে থাকা চর্চার মাঝে মালতী অনুরাগীদের কাছে তার পরিবারের গোপনীয়তা সম্মান করার আবেদন জানান। এরপর মঙ্গলবার বিকেলে ফের নতুন করে জল্পনার অবসান ঘটাতে মুখ খোলেন মালতী। সংগীত পরিচালক অমল মালিকের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে। বিগ বসের ঘরে থাকাকালীন মালতী একাধিকবার বলেছিলেন যে তিনি শোয়ের বাইরে অমলকে চেনেন। তার দাবি ছিল, একটি পার্টিতে দু’জনের দেখা হয়েছিল এবং সেখানেই ফোন নম্বর আদান-প্রদান হয়। এমনকি একটি পর্বে মালতী অভিযোগ করেন যে অমল তাকে 'আরে সুন্দরী' বলে মেসেজ করেছিলেন। যদিও, পরে অমল প্রকাশ্যে অস্বীকার করেন। Archana Puran Singh: লন্ডনে কোহিনুর আনতে গিয়েছেন? নিজেদের সিক্রেট মিশন প্রকাশ্যে আনলেন অর্চনা এই সমস্ত গুঞ্জনের মাঝেই এক্স (পূর্বতন টুইটার)-এ একটি দীর্ঘ পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেন মালতী। তিনি লেখেন, এটা একবারে পরিষ্কার করে দিতে চাই- অমল আর আমার মধ্যে কোনও সম্পর্ক ছিল না। কোনও ‘শিপ’ বা রোমান্টিক সমীকরণও নয়। তিনি আমার নম্বর চেয়েছিলেন, আমরা একবারই দেখা করেছি। কিছু কথা হয়েছে, কিছু ব্যক্তিগত বিষয় শেয়ার করেছি, এরপর ফোনে যোগাযোগ ছিল- এর বেশি কিছু নয়। Iman Chakraborty-Mamata Banerjee: উন্নয়নের পাঁচালির পর ফের মমতার কাছাকাছি, দুর্গা অঙ্গনে কী গাইলেন ইমন? তিনি আরও জানান, শোতে ‘বাহার কি বাত নেহি করেঙ্গে’ বলার অর্থ ছিল অমলের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করা। পোস্টে মালতী অভিযোগ করেন, শো চলাকালীন ও পরবর্তীতে তার বিরুদ্ধে একটি ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছে- যেন তিনি অমলকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন। মালতীর কথায়, তিনি কেবল সহানুভূতির জায়গা থেকে অমলের মানসিক অবস্থার কথা ভেবে, পাশে থাকার চেষ্টা করেছিলেন। শেষে স্পষ্টভাবে তিনি অনুরোধ জানান, যেন ভবিষ্যতে তার নাম অমলের সঙ্গে আর জড়ানো না হয়।
বোর্ড উলটানোর বিতর্ক সামলে চ্যাম্পিয়ন কার্লসেন, ব্লিটজ চ্যাম্পিয়নশিপে ইতিহাস ভারতের অর্জুনেরও
বিশ্বনাথন আনন্দের পরেই রেকর্ড বুকে নাম তুললেন অর্জুন।
মেলায় কেন বিকোচ্ছে বাংলাদেশের বই? শ্যামনগরে তাণ্ডব হিন্দু জাগরণ মঞ্চের!
কী বলছে মেলা কর্তৃপক্ষ?
‘তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই’, ভারত-পাক সংঘর্ষ থামানোর চিনা দাবি ওড়াল ভারত!
চিনের আশায় জল ঢালল ভারত।
Amit Shah: বিজেপি ক্ষমতায় এলেও চলবে লক্ষ্মীর ভাণ্ডার? কোনও প্রকল্প বন্ধ হবে না, আশ্বাস শাহের
BJP in Bengal: এ নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হলে ছেড়ে কথা বলতে নারাজ তৃণমূল। পাল্টা কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ নিয়ে সুর চড়াচ্ছেন তৃণমূল নেতারা, সুর চড়াচ্ছেন বাংলার বঞ্চনা নিয়ে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন, “বাংলায় ওরা কেন্দ্রীয় সব প্রকল্প কেন বন্ধ করে রেখেছে? এই টাকা কী বিজেপির টাকা?”
Weather Update |বছরের শেষদিনে ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী! ঘন কুয়াশার সতর্কতা জারি একাধিক জেলায়
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বছরের শেষদিনেও ঠান্ডার দাপট তুঙ্গে (Weather Update)। হাওয়া অফিস জানাচ্ছে, নতুন বছরের শুরুতেও এমনটাই থাকবে রাজ্যের আবহাওয়া। কারণ উত্তুরে হাওয়ার পথে কোনও বাধা নেই এই মুহূর্তে। সেই কারণেই রাজ্যজুড়ে বাড়ছে শীতের দাপট। শেষ কবে এমন জাঁকিয়ে শীত পড়েছিল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, তা মনে করতে পারছেন না অনেকেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, […] The post Weather Update | বছরের শেষদিনে ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী! ঘন কুয়াশার সতর্কতা জারি একাধিক জেলায় appeared first on Uttarbanga Sambad .
মঞ্চে তারাকে জাপটে চুমু এপি ধিলোঁর, বিতর্কের অবসান ঘটাতে এবার ময়দানে ওরি!
ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন তারা?
Khaleda Zia funeral: ঢাকা সফরে এস জয়শঙ্কর, খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেবেন
Khaleda Zia funeral: বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর আজ বাংলাদেশে পৌঁছে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করবেন। জয়শঙ্করের সঙ্গে একটি ভারতীয় সরকারি প্রতিনিধি দলও ঢাকায় যাচ্ছেন। এই সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। প্রতিবেশী দেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতাদের ভারত-বিরোধী মন্তব্যের প্রেক্ষাপটে, পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় যাত্রা বিশেষ অর্থ বহন করছে। আরও পড়ুন- Kolkata Metro: নিউ ইয়ার কাউন্টডাউনে মেট্রোও প্রস্তুত! আজ বর্ষবরণের রাতে যাত্রীদের জন্য বাম্পার ব্যবস্থা! বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আরও পড়ুন- Indian Railway vacancy: মাধ্যমিক পাশেই রেলে চাকরি! ২২ হাজার পদে বড় নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিশদে প্রধানমন্ত্রী মোদী ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে সাক্ষাৎ-পর্বও এর আগে স্মরণও করেছেন। তিনি আরও বলেন, “আমরা আশা করি তার দৃষ্টি ও ঐতিহ্য আমাদের অংশীদারিত্বকে প্রেরণা দিতে থাকবে।” আরও পড়ুন- West Bengal weather: পারদ নামছে হু হু করে! নতুন বছরের শুরুতেই কনকনে ঠান্ডার পূর্বাভাস
Yuvraj Singh and Hazel Keech: 'লভ কে লিয়ে কুছ ভি করেগা...'। এই লাইনটার গুরুত্ব যে কতখানি সেটা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের থেকে ভাল আর কে'ই বা বলতে পারে? ব্রিটিশ মডেল তথা বলিউড অভিনেত্রী হেজ়ল কিচকে বিয়ে করেন যুবরাজ সিং। আপাতত দুজনেই সুখে-শান্তিতে সংসার করছেন। কিন্তু, এই বিয়ে করার জন্য যুবরাজকে যে কতখানি কাঠ-খড় পোড়াতে হয়েছিল, সেকথা কি আপনাদের জানা আছে? যদি না জানা থাকে, তাহলে প্রতিবেদনের বাকি অংশে চোখ বুলিয়ে নিন। Yuvraj Singh Latest News: চলে গেলেন 'দেশের গর্ব', শোকে ভেঙে পড়লেন যুবরাজ! ২০১৬ সালের ৩০ নভেম্বর যুবরাজ সিং এবং হেজ়ল কিচের বিবাহ সম্পন্ন হয়। তবে এই রাস্তাটা একেবারেই সহজ ছিল না। দুজনের লাভ স্টোরি 'ফিল্মি' বললেও বোধহয় কম বলা হবে। হেজ়লকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন যুবরাজ। তিনি এই বলি নায়িকার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল। কিন্তু, সে গুড়ে বালি! কারণ যুবরাজকে প্রথম দর্শনে একেবারেই পছন্দ হয়নি এই ব্রিটিশ মডেলের। তারপর... Yuvraj Singh Coach: এবার কোচের ভূমিকায় যুবরাজ সিং? সামলাবেন IPL-এর এই দলকে! বেশ কয়েকবছর আগে 'কপিল শর্মা শো' অনুষ্ঠানে এসেছিলেন ভারতীয় ক্রিকেটের এই পাওয়ার কাপল। সেখানে যুবরাজ জানান যে হেজ়লের সঙ্গে প্রথমবার ডেট করার জন্য তাঁকে প্রায় ৩ বছর অপেক্ষা করতে হয়েছিল। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অলরাউন্ডারের কথায়, হেজ়লকে তিনি একবার কফি ডেটের প্রস্তাব দিয়েছিলেন। সেইসময় এই বলি অভিনেত্রী প্রস্তাবে সায় দিলেও, পরবর্তীকালে নিজের মোবাইল ফোন সুইচ অফ করে দেন। যাতে ওই কফি ডেটে তাঁকে আর না যেতে হয়। প্রায় ৭ থেকে ৮ বার তিনি যুবরাজের সঙ্গে এমন 'কাণ্ড' ঘটিয়েছেন। হেজেল কিচ প্রথম ডেটে রাজি হতে যুবরাজকে সাড়ে তিন বছর পর্যন্ত অপেক্ষা করিয়েছিলেন! রেগে গিয়েছিলেন যুবরাজ টি-২০ বিশ্বকাপের এক ওভারে ৬ ছক্কা হাঁকানো এই ক্রিকেটার জানান, বেশ কয়েকবার এমন ঘটনার পর তিনি রেগে আগুন হয়ে যান। এরপর নিজের মোবাইল থেকে হেজ়লের নম্বর ডিলিট করে দেন যুবরাজ। এরপর কেটে যায় প্রায় সাড়ে ৩ বছর। আচমকা একদিন ফেসবুকে পাঠানো যুবরাজের ফ্রেন্ড রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করেন হেজ়ল কিচ। আর সেইসঙ্গে কার্যত ICU-তে ঢুকে যাওয়া একটা প্রেমকাহিনী নতুন করে অক্সিজেন পায়। শুরু হয় রূপকথার এক নতুন অধ্যায়। ২০১১ সালে যুবরাজ যখন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, সেইসময় হেজ়ল তাঁকে 'গুড লাক' মেসেজও পাঠিয়েছিলেন। Yuvraj Singh-Abhishek Sharma: রাতভর পার্টি, বান্ধবী...! যুবরাজের কড়া শাসনে শুধরে যান এই তারকা ক্রিকেটার এরপর আর কী? তাঁরা নিয়মিতভাবে একে অপরকে ডেট করতে শুরু করেন। সুযোগ বুঝে ২০১৫ সালে 'বডিগার্ড' সিনেমার এই অভিনেত্রীকে যুবরাজ প্রেম প্রস্তাব দেন। এরপর শীঘ্রই তাঁরা সোশ্যাল মিডিয়ায় বাগদানের খবর ঘোষণা করেন। অবশেষে ২০১৬ সালের ৩০ নভেম্বর দুজনে বসেন বিয়ের পিঁড়িতে। চার-হাত এক হয়। বেজে ওঠে বিসমিল্লার সানাই।
Breaking News in Bengali Live Updates: বাদ যাওয়া ৫৮ লক্ষের মধ্যে কতজন বাংলাদেশি, রোহিঙ্গা? অবৈধ ভোটার চিহ্নিত করা লক্ষ্য হলে ত্রিপুরা, মেঘালয়, মিজোরামে কেন হল না SIR? যে রাজ্যে বেশি নাম বাদ সেখানে কেন মাইক্রো অজার্ভার নয়? এই রকমই একগুচ্ছ প্রশ্ন করতে চলেছে তৃণমূল।
Dev-Karimul Haque Exclusive: দেবের ৫০তম ছবিতে বাস্তবের নায়ক, করিমুল কী শিক্ষা দিলেন অভিনেতাকে?
দেখতে দেখতে এতগুলো বছর পার। যেমন অভিজ্ঞতা বেড়েছে ঠিক তেমনই বেড়েছে ভুল বোঝার মানুষ। বেড়েছে হাজারো ষড়যন্ত্র। তাঁকে দমিয়ে রাখার চেষ্টা চলেছে নানা সময়। কিন্তু তাঁর নামের সঙ্গেই রয়েছে অগণিত মানুষের ভালবাসা, তাঁর নাম যে দেব। তিনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভাবেন। তিনি সিনেমাকে সঙ্গে নিয়ে বাঁচেন। আর এবার, নিজের ৫০তম ছবি নিয়ে বেশ বড় মাপের এক চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন। ছবির নাম #BAD- বাইক অ্যাম্বুলেন্স দাদা। এমন একজন মানুষকে নিয়ে দেব ছবি বানাচ্ছেন যিনি বাংলার গর্ব। তিনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সমাজসেবী করিমুল হক। উত্তরবঙ্গের এই মানুষটি যেন ভগবান তুল্য। তিনি নিজের বাইকটিকে কাজে লাগিয়ে, প্রচুর মানুষকে নিয়ে গিয়েছেন হাসপাতালে। তাঁর সেবায় সেরে উঠেছেন অনেক মানুষ। তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর জীবনী সাপেক্ষে দেব ছবি তৈরি করছেন, বাইক অ্যাম্বুলেন্স দাদার মনের অনুভূতি জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। যখন তাঁর সঙ্গে কথা হচ্ছে, নিজের শান্তির নীড়ে দাঁড়িয়ে তক্ষণ মুহূর্ত উপভোগ করছেন তিনি। করিমুল সাহেবের কথায়, আমার মা মারা গিয়েছেন ২৬বছর আগে। সেদিন থেকে আমার মনে হয়েছিল, আর কোনও মানুষ যেন বিনা চিকিৎসায় চলে না যায়। ভাবিনি পদ্মশ্রী পাব। ভাবিনি আমার বায়োপিক হবে। আমি কাজ করে গিয়েছি, এখনও যাচ্ছি। আমি খুব খুশি যে দেব আমায় নিয়ে ছবি করছে। বাঙালি হিসেবে এটা আমার কাছে খুব গর্বের। উত্তরবঙ্গের কারওর জীবনী নিয়ে কাজ হয়নি। আমার এই জীবনীর মধ্যে দিয়ে যেন অনেক ছেলেমেয়েরা কিছু শিখতে পারে। যারা বাবা-মাকে অবহেলা করে, তাঁরা যেন তাঁদের কদর করে। আমি খুশি এখানেই যে, হয়তো কিছু এমন করেছি যে মানুষ এবং গোটা দেশ আমায় ভালবাসা দিচ্ছে। এই মানুষটি দেশের অন্যতম সম্মাননা পদ্মশ্রী পেয়েছিলেন, বাংলার আরেক সন্তান এবং রাজনীতিবিদ, যিনি তৎকালীন রাষ্ট্রপতি, প্রণববাবুর কাছ থেকে। স্মৃতিচারণ করে করিমুল বাবু বললেন, প্রণব বাবু আমায় বলেছিলেন, একজন বাঙালিকে পদ্মশ্রী পুরস্কার দিতে পেরে আমি খুব আনন্দিত। কথোপকথনের বেশিরভাগ সময়ে নিজেকে স্বল্পশিক্ষিত হিসেবে ঘোষণা করলেও, দেবের প্রশংসা করতে ভুল হল না। বাংলার মেগাস্টারকে নিয়ে তিনি বললেন... ও আমার থেকে বয়সে অনেক ছোট। কিন্তু, দেবের সঙ্গে কথা বলে আমি এটুকু বুঝেছি, ও খুব ভাল মানুষ। আমি ওকে দেখে এটাই বলেছিলাম তুমি খুব মিষ্টি। তোমার হাসি খুব মিষ্টি, তোমায় আমি খুব স্নেহ করি। শিক্ষায় ও আমার থেকে বড়, যোগ্যতায় বড়। কিন্তু, আমি ওকে বলেছি এটাই যে জীবনে অনেক কিছু হবে, কিন্তু তোমার বাবা-মাকে আমার স্যালুট। উনারা তোমায় বড় করেছেন। দেব আমার এই কথা শুনে দু-হাত জোড় করে আমায় নমস্কার জানালেন। আমি এটাই বললাম, বাবা-মাকে ছেড়ো না। ও আমায় ওর বাবা-মায়ের কাছে আমায় নিয়ে যাবেই। তুমি রেগে যাও না দেব, এটাই তোমার গুণ। শুধু সকলকে সম্মান করো, আরও এগিয়ে যাবে। ও আমায় জড়িয়ে ধরেছে এসব শুনে। তবে, এরপরের বার আমি যাবই ওর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে। প্রসঙ্গে, করিমুল সাহেব আরও জানান, এই বাংলাই তাঁর সব। উত্তর দক্ষিণে কোনও ভাগ নেই। এই বাংলার মানুষ তাঁর আপন। এক বাঙালির কাছ থেকে তিনি পদ্মশ্রী পেয়েছেন। আরেক বাঙালি তাঁর গল্পকে সিনে-পর্দায় তুলে ধরবেন, এর থেকে আনন্দের কিছুই নেই তাঁর কাছে।
Jaldapara Safari |সাফারিতে দ্বিগুণ খরচ! জলদাপাড়ায় দালালদের জালিয়াতির অভিযোগ
নীহাররঞ্জন ঘোষ, মাদারিহাট: যা টিকিট, দিতে হচ্ছে তার দ্বিগুণ মূল্য। পর্যটনের ভরা মরশুমে জলদাপাড়া জাতীয় উদ্যানে কার সাফারির টিকিট পেতে দালালচক্রের হাতে পড়ছেন বেড়াতে আসা মানুষজন (Jaldapara Safari)। যেমন সিনেমা হলের বাইরে হিট ছবির টিকিট আকাশছোঁয়া দামে ব্ল্যাকে বিক্রি হয়, ঠিক তেমনই (Ticket price)। এদিকে অবৈধভাবে টিকিট কেটে নেওয়ায় ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও অন্য পর্যটকরা […] The post Jaldapara Safari | সাফারিতে দ্বিগুণ খরচ! জলদাপাড়ায় দালালদের জালিয়াতির অভিযোগ appeared first on Uttarbanga Sambad .
নিশানায় চিন! ইস্পাত আমদানিতে তিন বছরের জন্য শুল্ক চাপাল নয়াদিল্লি
চিন থেকে সস্তা ইস্পাত আমদানির ঊর্ধ্বগতি রুখতেই এমন পদক্ষেপ।
নতুন বছরে টিম ইন্ডিয়ায় ফিরছেন শামি! তারকা পেসারের আগুনে ফর্মে ‘পালটি’খেতে বাধ্য বোর্ডও?
নিউজিল্যান্ডের বিরুদ্ধেই কামব্যাক তারকা পেসারের?
Indian Railway vacancy: মাধ্যমিক পাশেই রেলে চাকরি! ২২ হাজার পদে বড় নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিশদে
Railway Group D vacancy: রেলে চাকরির স্বপ্ন দেখা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর মাধ্যমে লেভেল-১ গ্রুপে মোট ২২ হাজার কর্মী নিয়োগ করা হবে। এই পদগুলিতে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা। আবেদনের সময়সীমা রেলের এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২১ জানুয়ারি থেকে এবং চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা RRB-এর অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আরও পড়ুন- Year Ender 2025 LIVE Updates: পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ বেতন ও ভাতা এই লেভেল-১ গ্রুপের পদগুলিতে নিযুক্ত কর্মীদের বেসিক বেতন হবে মাসে ১৮,০০০ টাকা। এর পাশাপাশি ডিএ, এইচআরএ এবং অন্যান্য সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা পাওয়া যাবে। আরও পড়ুন- Kolkata Metro: নিউ ইয়ার কাউন্টডাউনে মেট্রোও প্রস্তুত! আজ বর্ষবরণের রাতে যাত্রীদের জন্য বাম্পার ব্যবস্থা! যোগ্যতা ও বয়সসীমা এই চাকরির জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। তবে নির্দিষ্ট কিছু পদে আইটিআই পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আরও পড়ুন- West Bengal weather: পারদ নামছে হু হু করে! নতুন বছরের শুরুতেই কনকনে ঠান্ডার পূর্বাভাস আবেদন ফি আবেদনের ক্ষেত্রে জেনারেল ও ওবিসি প্রার্থীদের ৫০০ টাকা ফি দিতে হবে। অন্যদিকে এসসি ও এসটি প্রার্থীদের জন্য আবেদন ফি রাখা হয়েছে ২৫০ টাকা। আরও পড়ুন- Purba Bardhaman News: ১ লক্ষ টাকা কমিশন না দেওয়ায় আটক ঠিকাদারের যন্ত্রপাতি? তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নির্বাচন প্রক্রিয়া প্রথমে চাকরিপ্রার্থীদের কম্পিউটার-ভিত্তিক অনলাইন পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট ও মেডিকেল পরীক্ষা। সমস্ত ধাপ সফলভাবে পেরোলেই মিলবে চূড়ান্ত নিয়োগ।
উত্তরাখণ্ডের টানেলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! আহত অন্তত ৬০
দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে ১০৯ জন শ্রমিক ও আধিকারিক ছিলেন।
Chief secretary of West Bengal: এর আগে ৩০ জুন পর্যন্ত তাঁর পদে থাকার কথা ছিল। কিন্তু তার কেন্দ্র থেকে এসে যায় এক্সটেনশনের সবুজ সংকেত। কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মিবর্গ দফতরের তরফে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠানো বার্তায় বলা হয়, মুখ্যসচিব হিসেবে মনোজ পন্থের মেয়াদ বাড়ানোর জন্য গত ২৮ জুন আবেদন করেছিল রাজ্য সরকার।
Nadia: সব অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি, আতঙ্কে অতিরিক্ত ঘুমের ওষুধ খেলেন তামান্নার মা
Tamanna Khatun mother: তামান্নার পরিবারের বক্তব্য, পুলিশের নিষ্ক্রিয়তায় তামান্নার খুনের ঘটনায় অভিযুক্তরা শাস্তি পাবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছে তারা। যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই হয়তো জামিনে ছাড়া পেয়ে যাবেন। অভিযুক্তরা জামিনে মুক্তি পেলে আবার হয়তো তাঁদের উপর আক্রমণ হতে পারে বলে আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে।
মেয়েকে হারিয়ে অবসাদগ্রস্ত! ‘আত্মহত্যার চেষ্টা’নদিয়ার তামান্নার মায়ের
২৩ জুন বোমাবাজিতে মৃত্যু হয়েছে কালিগঞ্জের তামান্নার।
অল্প বয়সে বিয়ে নয়, ‘আমার মতো ভুল কোরো না’, কেন এমন সতর্কবাণী শোনালেন মালাইকা?
জীবনের কোন অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন মালাইকা?
Winter in West Bengal: ২০১৯ সালেও ১১ ডিগ্রির পারা ছুঁয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। সেবার রেকর্ড হয়েছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস। ২০২ সালে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২২ সালে শীতলতম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।
দৃশ্যমানতা শূন্য! ঘন কুয়াশা-বিষবাতাসের যুগলবন্দিতে দমবন্ধ দিল্লির
বুধবার সকালে বাতিল হয়েছে প্রায় দেড়শোটি উড়ান।
Archana Puran Singh: লন্ডনে কোহিনুর আনতে গিয়েছেন? নিজেদের সিক্রেট মিশন প্রকাশ্যে আনলেন অর্চনা
অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব অর্চনা পুরান সিং সম্প্রতি তার স্বামী পরমিত শেঠি, দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মান এবং তাদের সঙ্গী যোগিতা ও সমিক্ষার সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছেন। মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত তাদের সর্বশেষ ভ্লগে এই পারিবারিক সফরের নানা মজার মুহূর্ত তুলে ধরেছেন অর্চনা। ছয় জনের বিশাল দল এবং বিপুল সংখ্যক ব্যাগ নিয়ে বিমানবন্দর থেকে যাত্রা শুরুর মুহূর্ত থেকেই ভ্লগে শুরু হয় হাসি-ঠাট্টা। লন্ডনের পথে বিমানবন্দরে দাঁড়িয়ে আর্যমান মজা করে বলেন, এত ব্যাগ নিয়ে, তাদের দেখে মনে হচ্ছে যেন তারা কোহিনুর হীরা চুরি করতে এসেছেন। এই মন্তব্য শুনে অর্চনা হেসে উত্তর দেন, সুযোগ পেলে তিনি গর্বের সঙ্গেই, কোহিনুর ভারতে ফিরিয়ে নিয়ে যেতেন। এই রসিকতা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে পুরো ভ্লগ জুড়েই তা এক ধরনের ‘রানিং জোক’-এ পরিণত হয়। পরে ডিনারের সময় পরমিত শেঠিও মজা করে বলেন, লন্ডনে আসার আসল উদ্দেশ্য নাকি তার গোপন মিশন- কোহিনুর চুরি। Actor Mohanlal: মোহনলালের জীবনে গভীর শোক, হারালেন কাছের মানুষকে লন্ডনে দশ দিনের জন্য একটি ‘সাধারণ ইংরেজ বাড়ি’ ভাড়া নিয়েছেন তাঁরা, যা বহুতল এবং বেশ প্রশস্ত। বাড়িটির প্রতিটি ঘরে রয়েছে ফায়ারপ্লেস, পাশাপাশি একটি খোলা আউটডোর এলাকাও রয়েছে। ভ্লগে বাড়ির বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান অর্চনা, যেখানে তাদের স্বাচ্ছন্দ্যপূর্ণ থাকার ব্যবস্থার ঝলক পাওয়া যায়। শহরে পৌঁছানোর পর, প্রথম দিনেই পরিবারের সদস্যরা একটি ভারতীয় রেস্তোরাঁয় রাতের খাবার খেতে যান। পথে তাদের সঙ্গে দেখা হয় একজন আফগানিস্তানি ট্যাক্সিচালকের, যিনি পরমিত শেঠিকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এবং ‘ধড়কন’ ছবির কারণে চিনে ফেলেন। একই সঙ্গে তিনি কপিল শর্মা শো-এর সুবাদে অর্চনা পুরান সিংকেও চিনতে পারেন, যা শোনার পর পরিবারের আনন্দের শেষ নেই। Iman Chakraborty-Mamata Banerjee: উন্নয়নের পাঁচালির পর ফের মমতার কাছাকাছি, দুর্গা অঙ্গনে কী গাইলেন ইমন? উল্লেখ্য, গত এক বছর ধরে অর্চনা পুরান সিং নিয়মিতভাবে, তার ইউটিউব চ্যানেলে পারিবারিক ভ্লগ প্রকাশ করছেন। সম্প্রতি এই চ্যানেলটি এক মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে। পাশাপাশি পরিবারের দ্বিতীয় চ্যানেল ‘আরি ভ্লগস’-এর মাধ্যমেও তারা প্রতিদিন দর্শকদের জন্য নতুন কনটেন্ট নিয়ে আসছেন, যা ভক্তদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে।
ট্রাম্পের পর এবার চিন! ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্বের দাবি বেজিংয়ের
কী বললেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই?
বছরশেষে মরশুমের শীতলতম দিন! তিলোত্তমার পারদ নামল ১১ ডিগ্রিতে
২০২১ সালে শেষবার ১১ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ।
Iran |‘মোল্লারা দেশ ছাড়ো’, ধর্মগুরুর শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে ইরান, নেপথ্যে কি আমেরিকা?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের প্রতিবাদে মুখর ইরানের রাজপথ (Iran)। মোল্লাতন্ত্রের (Mullahs) বিরুদ্ধে বিগত কয়েকদিন ধরে বিক্ষোভ (Protest) শুরু হয়েছে তেহরান, মাশহাদ সহ একাধিক শহরে। ‘মোল্লাদের ইরান ছাড়তে হবে’, ‘স্বৈরাচারের পতন হোক’ এধরনের স্লোগান শোনা যাচ্ছে জনগণের মুখে। গত তিন বছরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) শাসনকালে এই প্রথম এত […] The post Iran | ‘মোল্লারা দেশ ছাড়ো’, ধর্মগুরুর শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে ইরান, নেপথ্যে কি আমেরিকা? appeared first on Uttarbanga Sambad .
কোমায় ড্যামিয়েন মার্টিন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিশ্বজয়ী অজি ক্রিকেটার!
মার্টিনের সুস্থতা প্রার্থনা করছেন অ্যাডাম গিলক্রিস্টরা।
Metro Railway: নববর্ষের রাতে যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে মেট্রো রেলওয়ে। ৩১ ডিসেম্বর ২০২৫, নিউ ইয়ার্স ইভ উপলক্ষে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম ও দক্ষিণেশ্বর-সহ একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন যাত্রী নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য অতিরিক্ত আরপিএফ কর্মী মোতায়েন করা হবে। যাত্রীদের নিরাপদ, মসৃণ ও ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা। আরও পড়ুন- Purba Bardhaman News: ১ লক্ষ টাকা কমিশন না দেওয়ায় আটক ঠিকাদারের যন্ত্রপাতি? তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলা ও শিশু যাত্রীদের জন্য বিশেষ নজর পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে মহিলা ও শিশু যাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত মহিলা আরপিএফ অফিসার ও কর্মী মোতায়েন থাকবে। পাশাপাশি, জরুরি পরিস্থিতি মোকাবিলায় পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনে একটি বিশেষ দল স্ট্যান্ডবাই হিসেবে উপস্থিত থাকবে। এছাড়াও, দ্রুত প্রতিক্রিয়ার জন্য একটি কুইক রেসপন্স টিম (QRT) প্রস্তুত রাখা হবে। আরও পড়ুন- West Bengal weather: পারদ নামছে হু হু করে! নতুন বছরের শুরুতেই কনকনে ঠান্ডার পূর্বাভাস সিসিটিভি নজরদারি ও যাত্রী নিয়ন্ত্রণ সেন্ট্রাল কন্ট্রোলে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হবে এবং রিয়েল-টাইম ভিত্তিতে বিস্তৃত সিসিটিভি নজরদারি চালানো হবে। পার্ক স্ট্রিট স্টেশনে যাত্রী নিয়ন্ত্রণের জন্য কিউ ম্যানেজার, লাউড হেলার, দড়ি ও অন্যান্য ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। পাশাপাশি ডগ স্কোয়াডের সাহায্যে অ্যান্টি-স্যাবোটাজ চেকও করা হবে। এছাড়াও পার্ক স্ট্রিট স্টেশনে একজন অফিসার ও চারজন কর্মী নিয়ে গঠিত একটি অতিরিক্ত বিশেষ দল মোতায়েন থাকবে। পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনে পর্যাপ্ত আরপিএফ কর্মী যাত্রীদের দিকনির্দেশ, সহায়তা ও সহযোগিতার জন্য উপস্থিত থাকবেন। আরও পড়ুন- Year Ender 2025 LIVE Updates: পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ ব্লু লাইনে বাড়তি মেট্রো পরিষেবা নববর্ষের রাতে যাত্রীদের ভিড় সামাল দিতে ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে। ৩১ ডিসেম্বর রাত ৯টা ৪০ মিনিটের পর ব্লু লাইনে মোট ৮টি অতিরিক্ত পরিষেবা (৪টি আপ ও ৪টি ডাউন) চালানো হবে।মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আবেদন জানিয়েছে, নিরাপত্তা ও পরিষেবা নির্বিঘ্ন রাখতে মেট্রো কর্মী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার জন্য।
West Bengal weather: পারদ নামছে হু হু করে! নতুন বছরের শুরুতেই কনকনে ঠান্ডার পূর্বাভাস
New Year weather Bengal: শীতের প্রবল স্রোত বয়ে যাচ্ছে গোটা বাংলা জুড়ে। কলকাতা থেকে শুরু করে জেলা, সর্বত্রই মারকাটারি ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী। মঙ্গলবার কলকাতায় রেকর্ড হয়েছে চলতি মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বছরের শেষ দিনেও শীতের দাপট অব্যাহত রাজ্যজুড়ে। গতকাল মঙ্গলবার কলকাতায় ছিল এই মরসুমের সবচেয়ে শীতল দিন। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার, অর্থাৎ বছরের শেষ দিনেও তীব্র ঠান্ডায় কাঁপছে তিলোত্তমা। আরও পড়ুন- Year Ender 2025 LIVE Updates: পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ নতুন বছরের শুরুতেও ঠান্ডার দাপট আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে এই শীতের পরিস্থিতি বজায় থাকবে। অর্থাৎ নতুন বছরের শুরুর দিকেও জেলায় জেলায় বইবে শীতের সুনামি।বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হতে পারে। আরও পড়ুন- Kolkata Metro: নিউ ইয়ার্স ইভিনিংয়ে গ্র্যান্ড সেলিব্রেশন শেষে বাড়ি ফেরার নো টেনশন, বর্ষবরণে যাত্রী পরিষেবায় 'বিপ্লব' কলকাতা মেট্রোর এই সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।অন্যদিকে উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা আবহাওয়া পরিস্থিতির জেরে আজ রাতেই দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সান্দাকফুর পাশাপাশি সিকিমের একাধিক এলাকাতেও তুষারপাত হতে পারে। আরও পড়ুন- বাংলায় বিজেপি সরকারের শপথগ্রহণের দিনক্ষণ স্থির, শাহের বিরাট ঘোষণায় বঙ্গ রাজনীতিতে আলোড়ণ কবে বাড়বে তাপমাত্রা? আপাতত আগামী ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে এই শীতের পরিস্থিতি বজায় থাকবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, তিন দিন পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। রাজ্যের বিভিন্ন জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার গতি কিছুটা কমতে পারে। নতুন বছরের শুরুর কয়েক দিন পর থেকেই ঠান্ডার দাপট কিছুটা কমার ইঙ্গিত মিলছে।
Year Ender 2025 Top National and International News LIVE Updates: ২০২৫ সালে ভারতজুড়ে বেশ কয়েকটি বড় ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ শিরোনামে স্থান পেয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলা থেকে বিমান দুর্ঘটনা, পদপিষ্ট থেকে দিল্লি বিহার নির্বাচন। একনজরে দেখে নেওয়া যাক ২০২৫ সালে কোন কোন খবর ভারত তথা বিশ্বকে নাড়া দিয়েছিল। মহা কুম্ভ মেলায় পদপিষ্ট: জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রয়াগরাজ কুম্ভ মেলায় লাখো ভক্ত জড়ো হয়। ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিনে স্নানঘাটের কাছে জনসমাগমে পদপিষ্টের ঘটনা ঘটে। যাতে বহু মানুষ নিহত ও আহত হন। উত্তরপ্রদেশ সরকার ঘটনার তদন্তের নির্দেশ দেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাসপেন্ড করা হয়। ভাইরাল হওয়ার আগেই জেনে রাখুন কার্শিয়ঙের এই লুকোনো স্বর্গ! প্রকৃতিপ্রেমীদের নতুন ঠিকানা নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট: ১৫ ফেব্রুয়ারি কুম্ভ মেলা ও অন্যান্য ট্রেনের চাপের কারণে নয়াদিল্লি রেল স্টেশন পদপিষ্টের ঘটনা ঘটে , যার ফলে ১৮ জন নিহত এবং অনেকজন আহত হন। পহেলগাঁও জঙ্গি হামলা: ২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় নিহত হন ২৬ জন নিরীহ পর্যটক। পরে জাতীয় তদন্ত সংস্থা (NIA) পাকিস্তানি নাগরিক ও লস্কর-ই-তৈবার সদস্যদের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে। অপারেশন সিন্দুর: পহেলগাঁও হামলার পরে ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে সামরিক অভিযান চালায়। ৬ থেকে ১০ মে ২০২৫ পর্যন্ত পাঁচ দিনের এই অভিযানে মৃত্যু হয় শতাধিক জঙ্গির। সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদীদের লঞ্চপ্যাড ধ্বংস করা হয় এই অভিযানে। Khaleda Zia: গৃহবধূ থেকে ক্ষমতার সিংহাসন! খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপন্যাস এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ১২ জুন, আহমেদাবাদ থেকে টেকঅফের সময় সময় এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ ভেঙে পড়ে, নিহত হন ২৪১ জন যাত্রী ও ক্রু মেম্বার। লাল কেল্লা বোমা বিস্ফোরণ: ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লা ও লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে ১২ জন নিহত ও প্রায় ২০ জন আহত হন। নির্বাচন ও রাজনৈতিক ফলাফল: ২০২৫ সালে দিল্লি ও বিহারের বিধানসভা নির্বাচন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। দিল্লিতে বিজেপি ৭০ আসনের মধ্যে ৪৮ আসন জেতে। রেখা গুপ্ত মুখ্যমন্ত্রী হন। বিহারে NDA ২৪৩ আসনের মধ্যে ২০২ আসন জয়ী হয়, নীতিশ কুমার ১০মবারের জন্য মুখ্যমন্ত্রী হন। দিল্লি-এনসিআর তীব্র বায়ু দূষণ: ডিসেম্বর মাসে দিল্লি ও NCR তীব্র দূষণে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে AQI ৫০০-ছাড়িয়েছে। পুরনো ডিজেল যানবাহন বন্ধ, নির্মাণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইন্ডিগো ফ্লাইট ব্যাহত: ডিসেম্বরের প্রথম সপ্তাহে FDTL নিয়ম কার্যকর হওয়ার পর ইন্ডিগো বিমান পরিষেবায় বড়সড় ব্যাঘাত দেখা দেয়। ৫ ডিসেম্বর একদিনে ১,৬০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়। DGCA এয়ারলাইনের CEO-কে শো'কজ নোটিশ জারি করে। ভাড়ার উপর নিয়ন্ত্রণ আরোপ করে এবং যাত্রীদের রিফান্ড বা পুনঃবুকিং নির্দেশ দেয়। বাংলাদেশে ফের হিন্দু যুবক খুনে চরম চাঞ্চল্য! বড়সড় প্রশ্নের মুখে ইউনূস সরকার বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির একটি সংক্ষিপ্ত প্রতিবেদন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: চার বছর ধরে চলা এই সংঘাত ২০২৫ সালে আরও তীব্র হয়। রাশিয়া ইউক্রেনের একাধিক স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, হতাহতের ঘটনা বৃদ্ধি পায়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০ জানুয়ারি, ২০২৫। ট্রাম্প ৪৭তম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। মায়ানমার-থাইল্যান্ড ভূমিকম্প: ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে দুই দেশে ১,৭০০ জনেরও বেশি নিহত এবং বিশাল ধ্বংসযজ্ঞ। মহাকাশ অভিযান: নাসা ও অন্যান্য দেশ চাঁদ ও মঙ্গলে অভিযান চালায়। মহাকাশচারি সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। নতুন শুল্কনীতি: মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের উপর আরোপিত শুল্কনীতি আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব সৃষ্টি। থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত বিরোধ: দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সংঘাত সাময়িকভাবে স্থগিত, তবে সীমান্তে হিংসা ও হতাহতের ঘটনা অব্যাহত। হাওড়া–শিয়ালদহ শাখায় বড় বদল! ১ জানুয়ারি থেকে বদলাচ্ছে লোকাল ট্রেনের টাইম টেবিল
Ajker Rashifal Bengali, 31 December 2025: আজ ৩১ ডিসেম্বর ২০২৫, বছরের শেষ দিন। নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আজকের দিনটি প্রতিটি রাশির জাতকের জীবনে বিশেষ তাৎপর্য বহন করছে। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজ কারও জীবনে আনন্দের বার্তা আসবে, আবার কারও ক্ষেত্রে সতর্ক থাকার ইঙ্গিত মিলছে। আজকের রাশিফল অনুযায়ী প্রেম, কর্মজীবন, অর্থনীতি এবং দাম্পত্য জীবনে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকরা আজকের দিনটিতে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। দীর্ঘদিন ধরে লালিত কোনও স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। তবে অতিরিক্ত উত্তেজনা ও আবেগ সংযত রাখা জরুরি, কারণ বেশি আনন্দ কখনও কখনও সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। খরচের দিক থেকে কিছুটা চাপ আসতে পারে, তাই অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলাই ভালো। দাম্পত্য জীবনে আজ ভালোবাসার ছোঁয়ায় সব ক্লান্তি ভুলে যেতে পারেন। বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জাতকদের জন্য আজ শরীরচর্চা ও খেলাধুলার দিকে মন দেওয়া শুভ। আর্থিক দিক থেকে নতুন উপার্জনের সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে সৃজনশীল চিন্তার মাধ্যমে। পারিবারিক জীবনে আনন্দের মুহূর্ত আসবে এবং বিবাহিত জীবনে সন্তুষ্টির অনুভূতি তৈরি হবে। আরও পড়ুন- আটকে থাকা অর্থ ফেরত পেতে সাহায্য করে, রাহু-কেতুকেও বশে রাখে লবঙ্গের এই জ্যোতিষ টোটকা মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতকদের জীবনে আজ নতুন মানুষের আগমন চিন্তাধারায় বড় পরিবর্তন আনতে পারে। খরচের বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে কিছুটা হতাশা এলেও তা দীর্ঘস্থায়ী হবে না। কর্মক্ষেত্রে দায়িত্ব সামলাতে গিয়ে মানসিক চাপ বাড়তে পারে, তাই মেজাজ নিয়ন্ত্রণে রাখাই শ্রেয়। আরও পড়ুন- চলতি সপ্তাহে প্রেমের ক্ষেত্রে কোন রাশির জীবনে আসতে চলেছে বিরাট পরিবর্তন? দেখে নিন কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতকদের জন্য আজ উৎসাহব্যঞ্জক কাজের দিন। দীর্ঘদিনের আটকে থাকা গৃহস্থালির কাজ শেষ করার সুযোগ পাবেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আধ্যাত্মিক অনুভূতি তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুফল মিলবে এবং দাম্পত্য জীবনে গভীর ভালোবাসার অনুভূতি জাগ্রত হবে। আরও পড়ুন- ভোরের স্বপ্নে এই ৫ জিনিস দেখলে বদলে যেতে পারে ভাগ্য, শাস্ত্র কী বলছে জানলে খুশি হবেন সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকদের জন্য আজ আশার আলো দেখা যাচ্ছে। তবে পারিবারিক বিষয়ে সংযম বজায় রাখা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ হলেও হঠাৎ যাত্রার কারণে পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। দাম্পত্য জীবনে দীর্ঘদিন পর শান্তির অনুভূতি ফিরে আসবে। আরও পড়ুন- স্বল্প চেনা মানুষের দেওয়া এই ৪ খাবার, খেলেই জীবনে ঢুকে পড়তে পারে নেগেটিভ এনার্জি! কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের জন্য আজ আত্মবিশ্লেষণের দিন। আর্থিক বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ কাজে আসবে। প্রেম ও দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে। কর্মক্ষেত্রে যোগাযোগ দক্ষতা আপনাকে সাফল্যের কাছাকাছি পৌঁছে দেবে। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জাতকদের জন্য আজ সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। নতুন পরিচয়ের মাধ্যমে ভবিষ্যতের সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য মিললেও অবসর সময়ের সঠিক ব্যবহার জরুরি। দাম্পত্য জীবনে আজ সুখের মুহূর্ত উপভোগ করবেন। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজ কিছুটা মানসিক অস্থিরতা থাকলেও আর্থিক দিক থেকে দিনটি লাভজনক। পরিবারের সহযোগিতায় মনোবল বাড়াবে। পুরনো স্মৃতি বা জিনিস খুঁজে পেয়ে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। দাম্পত্য জীবনে সম্পর্ক আরও দৃঢ় হবে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকদের জন্য আজ প্রশংসা ও সম্মান লাভের দিন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সচেতন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে যা মানসিক সতেজতা দেবে। দাম্পত্য জীবনে আজ বিশেষ সুখের মুহূর্ত আসতে পারে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের আজ স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দূর হবে। খরচের ক্ষেত্রে সংযম জরুরি। প্রেমের ক্ষেত্রে সামান্য ভুল বোঝাবুঝি হলেও তা বড় আকার নেবে না। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের আজ আত্ম-উন্নতির দিন। পুরনো বন্ধুর পরামর্শে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন এবং পারিবারিক দায়িত্বের মাঝে নিজের জন্য সময় বের করতে পারবেন। দাম্পত্য জীবনে স্মরণীয় মুহূর্ত তৈরি হবে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের জন্য আজ আবেগ ও ভালোবাসায় ভরা দিন। ভবিষ্যৎ পরিকল্পনায় গোপনীয়তা বজায় রাখা জরুরি। কাজ শেষে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে আজ আনন্দ ও সন্তুষ্টির অনুভূতি থাকবে। এই রাশিফল জ্যোতিষশাস্ত্রের সাধারণ গণনার ওপর ভিত্তি করে লেখা। এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
রুদ্ধদ্বার বৈঠকে মতুয়া আশঙ্কার কথা শাহকে, ‘আমি সামলে নেব’, বঙ্গ নেতাদের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
যেভাবেই হোক ভোটে জিততে হবে, রাজ্য নেতাদের বার্তা শাহের।
কালান্তার ( ৩১ ডিসেম্বর ২০২৫ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
৩১ ডিসেম্বর রাশিফল: কঠিন কাজের স্বীকৃতি পাবে সিংহ রাশি! বছরের শেষ দিন কেমন কাটবে বাকিদের?
জেনে নিন আপনার আজকের রাশিফল।
SIR-এ কত অনুপ্রবেশকারীর হদিশ? জবাব চাইতে বুধে কমিশনে অভিষেক, প্রতিনিধি দলে আর কারা?
মোট ১০ সদস্যের প্রতিনিধি দল বুধবার কমিশনের দপ্তরে যাবে।
Fire Arms: বাবুঘাট থেকে গুচ্ছ-গুচ্ছ গুলি-বন্দুক-পিস্তল উদ্ধার করল পুলিশ, দেখুন…
সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে এদিন দুপুরে স্ট্র্যান্ড রোড থেকে দুই যুবককে আটক করা হয়েছে। বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলি কোথা থেকে এল, কোথায় পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
শ্রীলঙ্কাকে চুনকাম করে সোনালি বছর শেষ ভারতের মেয়েদের, বিশ্বরেকর্ড গড়লেন দীপ্তি
এই নিয়ে তৃতীয়বার ৫ ম্যাচের সিরিজে কোনও দলকে হোয়াইটওয়াশ করলেন হরমনপ্রীতরা।
Joy Goswami: এবার কাগজ দেখাতে হবে জয় গোস্বামীকেও, ২ তারিখ ডাক পড়ল শুনানির
SIR: জানা গিয়েছে, নির্বাচন কমিশন এবার যে খসড়া তালিকা বের করেছে সেখানে জয় গোস্বামীর নাম আছে। একা কবি নন, তাঁর মেয়ের নামও রয়েছে সেখানে। ২০০২ সালের যে তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকায় কোনও অসঙ্গতি রয়ছে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কোচবিহারে ‘পার্সেল’ রহস্যের (Coochbehar Document Return) নাটকীয় মোড়। পার্সেল প্রাপক ভেবেছিলেন বিবেকের দংশনে চোর ফিরিয়ে দিয়েছে চুরি যাওয়া নানান প্রয়োজনীয় নথিপত্র। বিষয়টি জানাজানি হতেই চোরের কীর্তিতে কুর্নিশ জানিয়েছিল শহরবাসীও। কিন্তু সেটা যে সত্য নয় তা সামনে এল নথি পাওয়ার ৪৮ ঘণ্টা পরেই। কিন্তু যাকে ‘বিবেকের দংশন হওয়া চোর’ ভেবে কুর্নিশ জানাচ্ছিল […] The post Coochbehar Document Return | চোর নয়, নথি ফেরত পাঠিয়েছেন প্রাক্তন স্ত্রী! ‘পার্সেল কাণ্ডে’ নাটকীয় মোড় কোচবিহারে appeared first on Uttarbanga Sambad .
Google Search 2025: প্রতি বছরের মতো ২০২৫ সালেও বিশ্বের কোটি কোটি মানুষ নানা প্রশ্নের উত্তর খুঁজতে ভরসা রেখেছেন গুগলের উপর। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে গুগল সার্চ ট্রেন্ড ২০২৫ থেকে উঠে এসেছে কোন কোন বিষয়, নাম এবং প্রশ্ন সবচেয়ে বেশি আলোচনায় ছিল, তার একটি স্পষ্ট ছবি। ২০২৫ সাল অনেকের কাছে নতুন অভিজ্ঞতা ও আনন্দ নিয়ে এলেও কারও কারও জন্য ছিল চ্যালেঞ্জ ও হতাশার। তবুও দৈনন্দিন প্রয়োজন, বিনোদন, প্রযুক্তি, স্বাস্থ্য কিংবা সাম্প্রতিক ঘটনা সব কিছুর উত্তর খুঁজতে মানুষ গুগলের দ্বারস্থ হয়েছেন আগের মতোই। এই বছর গুগলে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নের শীর্ষে ছিল “What to watch” বা “কী দেখব?”। পেজ ট্র্যাফিকের হিসাব অনুযায়ী, এই একটি প্রশ্ন থেকেই প্রতি মাসে গড়ে প্রায় ৭৫ লক্ষ সার্চ হয়েছে। দ্বিতীয় স্থানে ছিল “What is my IP address?” বা “আমার আইপি ঠিকানা কী?”, যা মাসে গড়ে ৩৬ লক্ষের বেশি বার অনুসন্ধান করা হয়েছে। এছাড়াও “Where is my refund?”, “How are you?”, “Where am I?” এবং “How to lose weight fast?” এই ধরনের প্রশ্নগুলি ২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা প্রশ্নের তালিকায় জায়গা করে নিয়েছে। এদিকে গুগল প্রকাশ করেছে তাদের বিশেষ তালিকা ‘A to Z in Search 2025’। এই তালিকায় ইংরেজি বর্ণমালার প্রতিটি অক্ষরের জন্য ভারতের সবচেয়ে ট্রেন্ডিং সার্চ বিষয় তুলে ধরা হয়েছে। ‘A’-এর অধীনে সবচেয়ে বেশি ট্রেন্ড করেছে সিনেমা ‘Saiyara’ এবং অভিনেতা অনিত পাদ্দা ও আহান পাণ্ডে। ‘B’-তে জায়গা পেয়েছে ব্রায়ান জনসন ও নিখিল কামাতের পডকাস্ট। ‘C’-এর জন্য ছিল ‘Ceasefire’, ‘D’-তে ‘Dharmendra’, ‘E’-তে ‘Earthquake Near Me’, আর ‘F’-এর তালিকায় উঠে এসেছে ‘Final Destination’ এবং ‘Floodlighting’। সব মিলিয়ে, গুগল সার্চ ট্রেন্ড ২০২৫ দেখাচ্ছে যে এই বছর মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল বিনোদন, প্রযুক্তি, বিশ্বঘটনা ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রশ্ন। বছর শেষে দাঁড়িয়ে এই সার্চ ট্রেন্ডই যেন তুলে ধরছে ২০২৫ সালের ডিজিটাল মানসিকতার এক ঝলক। এছাড়াও, গুগলে Gemini সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে G, H-এর জন্য হলুদ সম্পর্কিত ট্রেন্ড দেখা গেছে, I-এর জন্য IPL এবং ক্রিকেটার Jemima Rodrigues J-এর জন্য, K-এর জন্য Kantara, L-এর জন্য Labubu, M-এর জন্য Mahakumbh এবং N-এর জন্য Nano, O-এর জন্য Operation Sindoor। P এবং Q অক্ষর দুটির জন্যই Foo Cock ট্রেন্ডিং ছিল, R-এর জন্য Ranveer Allahbadia, S-এর জন্য Squid Game এবং Sunita Williams সার্চ করা হয়েছে। Thekua T এবং U-এর জন্য Ukdiche Modak, ক্রিকেটার Vaibhav Suryavanshi V-এর জন্য, W-এর জন্য Women's World Cup এবং Waqf Bill সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে W. X's Grok Tool, Yorkshire Pudding Y এবং Z-এর জন্য Zubin Gurgar সবচেয়ে বেশি ট্রেন্ডিং অক্ষর ছিল। আরও পড়ুন- Whatsapp-এ সহজেই ডাউনলোড করুন, বন্ধু, আত্মীয়কে কীভাবে পাঠাবেন Happy New Year স্টিকার? আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে আরও পড়ুন- ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি ! আরও পড়ুন- এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ আরও পড়ুন- নতুন বছরে কতটা দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? জানলে মাথা ঘুরে যাবে আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক
‘এসডিও-কে ডেকে পাঠান’, আবার হিয়ারিং বন্ধ করতে গেলেন বিধায়ক
সোমবারই চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে তুুমুল উত্তেজনা ছড়ায়। শুনানির মাঝে গিয়েই বিধায়ক অসিত মজুমদারের হম্বিতম্বি শুরু করেন। তাঁর দাবি ছিল, বিএলএ ২-দের শুনানিতে রাখতে হবে। না হলে বন্ধ থাকবে শুনানি। বিডিও-র সঙ্গে কথা কাটাকাটি হয় বিধায়কের। আর তারপরই তিনি শুনানি বন্ধ করে দেন। পরে কমিশনের নির্দেশে শুনানি চালু হয়। কমিশন জানিয়ে দেয়, বিএলএ ২ দের প্রবেশ করতে দেওয়া হবে না।
India GDP |জাপানকে টপকে চতুর্থ অর্থনীতির দেশ হল ভারত! ২০৩০ সালের জন্য বড় ঘোষণা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অর্থনৈতিক ক্ষেত্রে নয়া মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত। প্রত্যাশামতোই জাপানকে পিছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে ভারত আজ চতুর্থ শক্তি। সোমবার কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ভারতের অর্থনীতির (India GDP) আকার বর্তমানে ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল ২০৩০ সালের মধ্যে জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে […] The post India GDP | জাপানকে টপকে চতুর্থ অর্থনীতির দেশ হল ভারত! ২০৩০ সালের জন্য বড় ঘোষণা appeared first on Uttarbanga Sambad .
এবার অমিত শাহের মুখে ‘রবীন্দ্রনাথ সান্যায়’, অস্বস্তিতে বিজেপি, ‘বহিরাগত’তোপ তৃণমূলের
'বঙ্কিমদা'র পর 'রবীন্দ্রনাথ সান্যায়'!
TMC Abhishek Banerjee: অভিযোগ, বাংলাদেশি সন্দেহে গত ৭ মাস মাস ধরে মুম্বইয়ের জেলেই কাটাতে হয়। ওই পরিবার নানা নথি দিয়ে সুকান্ত মজুমদারের দ্বারস্থ হলেও কোনও লাভ হয়নি। গঙ্গারামপুর ব্লকের পুলিন্দার গৌতম বর্মণেরও একই অবস্থা।
সব ভবিষ্যদ্বাণীই ‘ফেল’! শাহকে ২০০ আসনের দাবি মনে করাল তৃণমূল
ভিডিও তুলে ধরে সমাজমাধ্যমে তীব্র কটাক্ষ শাসকদল তৃণমূলের।
ফের জুটি বাঁধছেন শন-সৃজলা, এবার কোন ধারাবাহিক?
একসময়ে পর্দায় 'পিউ' ও 'ঋষি' চরিত্রে দর্শকের মন আলাদা জায়গা তৈরি করেছিল শন-সৃজলা।
বফর্স ইউনিটে থেকে দেশের জন্য যুদ্ধ করেছেন, হিয়ারিং-এর লাইনে কার্গিলের জওয়ান
অবসরের পর এবার এসআইআরে সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। শুনানিতে ডাক পড়ায় হাতে নথি নিয়ে হাজির হয়েছেন তিনি। তাঁর অন্য দুই ভাইও ভারতীয় সেনায় কর্তব্যরত ছিলেন। কাজের সূত্রে বাইরে বাইরে কাটাতে হয়েছে জীবনের অধিকাংশ সময়। সেনা জওয়ান ও তাঁর পরিবারকে এসআইআর পর্বে এমন হয়রানির মুখে পড়তে দেখে যথেষ্ট ক্ষুব্ধ স্থানীয় পৌরপিতা চম্পক দাস।
বছরশেষে সুখবর, জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির তকমা পেল ভারত
'বিশ্বগুরু' হওয়ার পথে আরও একধাপ এগোল দেশ।
অসুস্থ জয় গোস্বামীকে SIR শুনানিতে ডাক, হেনস্তার অভিযোগ উঠতেই কবিপত্নীকে ফোন কমিশনের
গোটা বিষয়টাই খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে কমিশনের তরফে।
ঘরে বসে AI দিয়ে কী করেছে কমিশন? বিস্ফোরক মমতা
এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই নানা প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ নিয়ে মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া থেকে কমিশন ও বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি। নকল ভ্যানিশ কুমার। ঘরে বসে নাম কাটছে। এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গিয়েছে। বিজেপি চিরকাল থাকবে না। সেদিন মনে রাখবেন। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি। একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না। আর যদি দেন, আন্দোলন দিল্লিতে হবে। আন্দোলন বাংলাতেও হবে।”
Kolkata Metro: নতুন বছরকে স্বাগত জানাতে আর হাতে আর মাত্র কয়েকটা ঘণ্টা। বর্ষবরণের রাতে যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ৩১ ডিসেম্বর ব্লু লাইনে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। আরও পড়ুন- হাড়কাঁপানো শীতের সকালে SIR শুনানি, জবুথবু হয়ে মাঠে দাঁড়িয়ে প্রবীণরাও মেট্রো সূত্রে জানানো হয়েছে, নিউ ইয়ার্স ইভে ব্লু লাইনে মোট ৮টি অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানো হবে। এর মধ্যে আপ লাইনে ৪টি এবং ডাউন লাইনে ৪টি। এই বিশেষ পরিষেবাগুলি দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে চলবে। পাশাপাশি যাত্রী চাপ সামাল দিতে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত আরও একটি অতিরিক্ত মেট্রো চালানো হবে। ওই দিন শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। আরও পড়ুন- Khaleda Zia death: ইতিহাসের এক অধ্যায়ের অবসান, প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী অতিরিক্ত মেট্রোগুলি ছাড়বে রাত ৯টা ৪০ মিনিট, ৯টা ৫২ মিনিট, ১০টা ৫ মিনিট ও ১০টা ১৮ মিনিটে। অন্যদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোগুলি ছাড়বে রাত ৯টা ৫৪ মিনিট, ১০টা ৪ মিনিট ও ১০টা ১৭ মিনিটে। এছাড়া রাত ১০টা ৩০ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত একটি অতিরিক্ত পরিষেবা থাকবে। আরও পড়ুন- Bangladesh News LIVE Updates:বাংলাদেশ হারাল প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে, না ফেরার দেশে খালেদা জিয়া মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমস্ত বিশেষ মেট্রো পরিষেবা রাত ৯টা ৪০ মিনিটের পর চলবে। তবে ব্লু লাইনের প্রথম মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। এদিকে, একই দিনে গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ীই চলবে বলে জানানো হয়েছে। বর্ষবরণের রাতে শহরজুড়ে উৎসবের আবহে যাত্রীদের নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ কলকাতা মেট্রোর।মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের আগেভাগে যাত্রার পরিকল্পনা করার এবং ভিড় এড়াতে স্মার্ট কার্ড বা কিউআর টিকিট ব্যবহারের পরামর্শ দিয়েছে।
Ellora |পাথর কেটে নয়, আস্ত পাহাড় ‘গলিয়ে’তৈরি? ইলোরার কৈলাস মন্দিরের অমীমাংসিত রহস্য!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমরা অনেকেই জানি ইলোরা (Ellora) একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কিন্তু আপনি কি জানেন, আধুনিক ইঞ্জিনিয়াররা আজও বিশ্বাস করতে পারেন না যে অষ্টম শতাব্দীতে মানুষের পক্ষে এই মন্দির তৈরি করা সম্ভব ছিল? আসুন, শুনে নেওয়া যাক কৈলাস মন্দিরের সেই হাড়হিম করা অফবিট কাহিনি, যা আপনাকে ভাবতে বাধ্য করবে—এটা কি সত্যিই মানুষের […] The post Ellora | পাথর কেটে নয়, আস্ত পাহাড় ‘গলিয়ে’ তৈরি? ইলোরার কৈলাস মন্দিরের অমীমাংসিত রহস্য! appeared first on Uttarbanga Sambad .
জ্ঞানেশ কুমারের নামে অভিযোগ জানিয়ে কুশপুত্তলিকা, উত্তাল পুরুলিয়া
এসআইআর আতঙ্কে আদিবাসী বৃদ্ধের আত্মহত্যার ঘটনায় পথে তৃণমূল।
কারও ফ্রিজে, কারও ‘গুপ্ত ঘরে’, বর্ষবরণের আগে উদয়পুরে মদের ‘খনি’পেল দিঘা পুলিশ
পুলিশের জালে দুই মাদক ব্যবসায়ী।
Falakata |ফালাকাটায় ‘উধাও’ফুটপাথ! ব্যবসায়ীদের দখলে রাস্তা, পুরসভার ভূমিকায় প্রশ্ন
ভাস্কর শর্মা, ফালাকাটা: ফালাকাটা (Falakata) শহরে ফুটপাথ (Footpath) যেন ‘উধাও’ হয়ে গিয়েছে। শহরের মূল ফুটপাথ ব্যবসায়ীদের দখলে চলে গিয়েছে। সেখানে নানা ব্যবসার সামগ্রী রাখা। চলাচলের জায়গা নেই। মেইন রোডের ফুটপাথ জুতো ব্যবসায়ীদের দখলে। নেতাজি রোড কার্যত পার্কিং জোনে পরিণত হয়েছে। শহরের ফুটপাথ এভাবে ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় যানজট মারাত্মক আকার ধারণ করেছে। দুর্ঘটনাও ঘটছে কিন্তু […] The post Falakata | ফালাকাটায় ‘উধাও’ ফুটপাথ! ব্যবসায়ীদের দখলে রাস্তা, পুরসভার ভূমিকায় প্রশ্ন appeared first on Uttarbanga Sambad .
Amit Shah |‘ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী’, অমিত শা’কে নজিরবিহীন আক্রমণ অভিষেকের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় অনুপ্রবেশের দায় নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের (Amit Shah) দপ্তরকে সরাসরি কাঠগড়ায় তুলল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার অমিত শাহ রাজ্য সরকারকে সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের প্রশ্নে অসহযোগিতার কাঠগড়ায় দাঁড় করাতেই। সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শায়ের অভিযোগ ছিল রাজ্য সরকার কাঁটাতারের বেড়ার জন্য জমি দিচ্ছে না বলেই সমস্যা […] The post Amit Shah | ‘ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী’, অমিত শা’কে নজিরবিহীন আক্রমণ অভিষেকের appeared first on Uttarbanga Sambad .
SIR-এ অনুপ্রবেশকারী ইস্যুতে পহেলগাঁও টানলেন মমতা, কী বললেন?
এসআইআর প্রক্রিয়া নিয়ে মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দাবি, এসআইআর-র ফলে অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের নাম বাদ যাবে। আর এই নিয়েই এদিন মমতা বলেন, “বাংলাতেই নাকি শুধু অনুপ্রবেশকারী। কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয়, একটা প্রশ্নের উত্তর চাই। পহেলগাঁও কি আপনারা করলেন? দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া নাকি কোথাও নাই, তাহলে কি আপনারা করলেন? এসআইআর কেন ২ মাসে হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। নাম না করে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
মেরে যাত্রীর মুখ ফাটিয়ে দিয়েছিলেন, গ্রেপ্তার হয়েও জামিন পেলেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট
তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে বিমান সংস্থা।
ছাব্বিশে ছন্নছাড়া আসবাবকে করুন বাই-বাই, জায়গা বাঁচিয়ে এভাবে সাজান ঘর
নতুন বছরে কী ধরনের আসবাব কেনা বুদ্ধিমানের কাজ?
সুন্দরী দেখলেই কুপোকাত! অঙ্কুশের হাত-মুখ বেঁধে এ কী কাণ্ড ঐন্দ্রিলার? দেখুন ভিডিও
এই ঘটনা দেখে কুপোকাত হয়েছেন হেসে নেটিজেনরা।
মাত্র দু’মাসে ওজন কমল ৬ কেজি! ফিট হয়েও খেলায় ফিরতে পারছেন না শ্রেয়স
প্লীহার ভয়াবহ চোট পেয়েছিলেন শ্রেয়স।
Dinhata |সন্তান আর ফিরবে না! তবুও মৃতদেহ আগলে ঠায় বসে মা ‘মণি’
প্রসেনজিৎ সাহা, দিনহাটা: শীতকালের কুয়াশায় এমনিতেই রাস্তা দেখা দায়। ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। তবে রবিবার শীতের সন্ধ্যায় এরকমই একটা দুর্ঘটনা নাড়িয়ে দিল দিনহাটা (Dinhata) শহরবাসীকে। তবে শহরের ঝুড়িপাড়ার এই দুর্ঘটনায় কোনও মানুষের প্রাণ যায়নি, গিয়েছে এক কুকুরছানার। মৃত সন্তানের দেহ রাত পর্যন্ত আগলে থাকল তার মা ‘মণি’। খাবার-জল দিলেও সেদিকে নজর ছিল না মায়ের। শেষে […] The post Dinhata | সন্তান আর ফিরবে না! তবুও মৃতদেহ আগলে ঠায় বসে মা ‘মণি’ appeared first on Uttarbanga Sambad .
Political leaders speeches: ‘বান্ধবী’ থেকে ‘বাবরি’, পঁচিশে নেতা-নেত্রীদের যেসব কথায় শোরগোল পড়ে
Political leaders speeches in 2025: আর মাস চারেক পর রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের সময় যত এগিয়ে আসবে, রাজনৈতিক তরজা বাড়বে। সেই তরজা কতদূর গড়াবে, তা ভবিষ্যৎ বলবে। তার আগে দেখে নেওয়া যাক, ২০২৫ সালে রাজনৈতিক নেতাদের যে সব মন্তব্যে আলোচনার ঢেউ উঠেছে।
অনীক চৌধুরী, জলপাইগুড়ি: জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের বুকে একখণ্ড সবুজে মোড়া উদ্যানটি ছিল অক্সিজেনের মতো। শিশুদের ছোটাছুটি আর রঙিন রাইডে ঘেরা ছবিই ছিল সকলের কাছে পরিচিত। তবে সব এখন অতীত। জেওয়াইএমএ ক্লাব সংলগ্ন জলপাইগুড়ি (Jalpaiguri News) শহরের সবচেয়ে পুরোনো উদ্যানটি এখন সামান্য এক পরিত্যক্ত জমি। খেলনা বা রাইডগুলি চুরি হয়েছে আগেই। বিকেলে সেখানে শিশুদের কোলাহল শোনা […] The post Jalpaiguri | ছিল শিশুদের স্বর্গরাজ্য, এখন গোরু-ছাগলের আস্তানা! অবহেলায় নিশ্চিহ্ন জলপাইগুড়ির প্রাচীন শিশু উদ্যান appeared first on Uttarbanga Sambad .
Amit Shah: বাংলা ‘দখলে বড় প্ল্যান’ অমিত শাহের, কী ঘুটি সাজিয়ে দিলেন?
BJP West bengal: সূত্রের খবর, অমিত শাহ এ দিন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলকে ৩৬০ ডিগ্রি আক্রমণ করতে হবে। দলের মূল সংগঠন,শাখা সংগঠন, সবাইকে একসঙ্গে জয়ের জন্য ঝাঁপাতে হবে। কোনও ঢিলেমি করা যাবে না বলেও কড়া বার্তা দিয়েছেন তিনি। অর্থাৎ সকলে মিলে মিশে একজোটে কাজ করে বাংলা জয় করতে হবে বলেই পরামর্শ দিয়েছেন।
Cooch Behar Airport |বছরের শেষ তিনদিনও ‘বিমানহীন’কোচবিহার! অনিশ্চিত পরিষেবা
তন্দ্রা চক্রবর্তী দাস, কোচবিহার: সোমবার বাতিল হওয়ার পর বছরের শেষ দু’দিনও কোচবিহারে বিমান পরিষেবা মিলছে না। ফলে বছরের শেষ তিনদিন কোচবিহার বিমানবন্দর (Cooch Behar Airport) কার্যত বিমানবিহীন থাকছে। অজানা কারণ দেখিয়ে একের পর এক উড়ান বাতিল হওয়ায় গত এক মাস ধরেই কোচবিহার-কলকাতা বিমান যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট সংস্থা কি […] The post Cooch Behar Airport | বছরের শেষ তিনদিনও ‘বিমানহীন’ কোচবিহার! অনিশ্চিত পরিষেবা appeared first on Uttarbanga Sambad .
পাক সেনার সদর দপ্তরই বিয়েবাড়ি! ভাইপোর সঙ্গে মেয়ের বিয়ে দিলেন মুনির
পাকিস্তানের প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী, সকলেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
‘প্রিয় ভারতীয়রা, এবার থামুন’, কেরলের ‘জঞ্জাল সৈকতে’দাঁড়িয়ে অনুরোধ জনপ্রিয় ভ্লগারের, ভাইরাল ভিডিও
আবর্জনায় প্রকৃতি ধ্বংস হবে, এটা বোঝা কঠিন? প্রশ্ন ভ্লগারের।
kolkata coldest Night: শীতের দাপটে কাঁপছে গোটা বাংলা। ক্রমাগত তাপমাত্রা কমতে থাকায় রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। মঙ্গলবারই কলকাতায় চলতি মরসুমের সবচেয়ে শীতলতম দিন । এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু রাতের তাপমাত্রাই নয়, দিনের তাপমাত্রাও ছিল অস্বাভাবিকভাবে কম। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের আধিকারিকদের মতে, দিনের বেলায় তাপমাত্রা এতটা কম থাকায় সারাদিনই তীব্র শীত অনুভূত হয়েছে। আবহাওয়াবিদদের দাবি, বহু বছর পর কলকাতা এমন দীর্ঘস্থায়ী শীতের স্পেল দেখল। কলকাতা থেকে শাহি গর্জনের মাঝেই দিল্লিতে মোদীর সঙ্গে দেখা করলেন অধীর, তুমুল চর্চা আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতায় তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। বরং রাতের তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও শীতের প্রকোপ অব্যাহত থাকবে। সোমবার দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ৯.১, দীঘায় ১১.২, কোচবিহারে ১৩.৬, শ্রীনিকেতনে ৭.৩, কালিম্পঙে ১০ এবং বর্ধমানে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এক আবহাওয়া আধিকারিক বলেন, “আগামী দু’দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ এই শীতের দাপট আপাতত বজায় থাকবে। তার পরে ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে নতুন বছরের আগে শীতের তীব্রতা কমার কোনও সম্ভাবনা নেই।” Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে ভোরের দিকে কিছু এলাকায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, যার ফলে দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। এদিকে উত্তরবঙ্গের জন্য আলাদা করে কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এই সব এলাকায় দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে কমে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি বুধবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।
IWL |আইডব্লিউএলে লাল-হলুদ সুনামি! সেসাকে ৯ গোলে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল মেয়েদের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অপ্রতিরোধ্য লাল হলুদের মহিলা ব্রিগেড। মঙ্গলবার ইন্ডিয়ান উইমেন্স লিগে (IWL) গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল গোলের বন্যায় ভাসিয়ে দিল সেসা এফসিকে। এদিন ওডিশায় সেসাকে ৯-০ গোলে হারিয়ে দেয় অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। এদিনের জয়ে লিগ টেবিলে নিজেদের আধিপত্য বজায় রাখল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের নায়ক দুই স্ট্রাইকার— ফাজিলা ইকুয়াপুট এবং সৌম্যা গুগুলোথ। ফাজিলা একাই করলেন […] The post IWL | আইডব্লিউএলে লাল-হলুদ সুনামি! সেসাকে ৯ গোলে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল মেয়েদের appeared first on Uttarbanga Sambad .
‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাই কোর্টে সস্ত্রীক ইমরান
২০২১ সালের এক মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন ইমরান।
মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুরবাড়ি যাচ্ছেন অভিষেক, ‘পুজো দিতে দেওয়া হবে না’, হুঁশিয়ারি শান্তনুর
পঞ্চায়েত ভোটের আগে নব জোয়ার কর্মসূচিতে ঠাকুরবাড়িতে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
Education Minister Bratya Basu: ‘যাওয়া আসা আর স্রোতে ভাসাই হবে’, অমিত শাহকে তোপ ব্রাত্য বসুর
Bratya Basu on Amit Shah: ব্রাত্য বলেন, “একুশের ভোটের সময়েও স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের রাজ্যে এসেছিলেন। এবারও ঘন ঘন আসছেন। আসার মাত্রাটা এবার কমে যাবে। কারণ যত দিন যাবে ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি সরকারের চতুর্থবারের জন্য শপথ নেওয়াটা স্পষ্ট হবে। ওটা কেবলমাত্র সময়ের অপেক্ষা। ফলে যাওয়া আসা আর স্রোতে ভাসাই হবে।”
Lalit Modi |‘ভারতের সবচেয়ে বড় পলাতক’ মন্তব্যে বিতর্ক, কেন্দ্রের কাছে ক্ষমাপ্রার্থী ললিত মোদি
লন্ডন: লন্ডনে বিজয় মালিয়ার ৭০তম জন্মদিনের পার্টিতে নিজেদের ‘ভারতের সবচেয়ে বড় পলাতক’ বলে মজা করার পর প্রবল সমালোচনার মুখে শেষপর্যন্ত ক্ষমা চাইলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি (Lalit Modi)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারত সরকারকে উপহাস করার অভিযোগ ওঠে ললিত, বিজয়ের বিরুদ্ধে। এক্স হ্যান্ডেলে ললিত লিখেছেন, ‘যদি আমি কারও অনুভূতিতে আঘাত […] The post Lalit Modi | ‘ভারতের সবচেয়ে বড় পলাতক’ মন্তব্যে বিতর্ক, কেন্দ্রের কাছে ক্ষমাপ্রার্থী ললিত মোদি appeared first on Uttarbanga Sambad .
SIR Hearing: রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের মহারাজকে এসআইআর-এর শুনানিতে
SIR in Bengal: এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব। তোপ দাগেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তিনি বলেন, “মহারাজদের একটা পরম্পরা আছে। তাঁরা যখন সন্ন্যাস নেন তখন তাঁরা আগের জন্ম থেকে বেরিয়ে এসে নতুনভাবে দীক্ষিত হন। তখন তাঁদের মা বাবার নামও সেই ভাবেই দেন।”
উন্মুক্ত স্তন, জনবহুল সৈকতে ১৬ বছরের ছোট স্বামীর সঙ্গে জলকেলি সুপারমডেলের! ভাইরাল ছবি
এই নিয়ে এই মাসে দু'বার জনসমক্ষে নগ্ন হলেন তিনি।
Nightmares Astrology: ঘুম মানুষের জীবনের সবচেয়ে স্বাভাবিক অথচ রহস্যময় একটি অধ্যায়। চোখ বন্ধ করলেই আমরা প্রবেশ করি এক অদ্ভুত জগতে, যেখানে বাস্তব ও কল্পনার সীমারেখা মুছে যায়। কেউ সেখানে দেখে আনন্দের ছবি, আবার কারও ঘুম ভেঙে যায় ভয়ংকর দুঃস্বপ্নে। বিশেষ করে কিছু মানুষ আছেন যাঁদের প্রায় প্রতি রাতেই দুঃস্বপ্ন পিছু ছাড়ে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এর নেপথ্যে কাজ করে রাশিচক্রের গভীর প্রভাব। জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে যে মানুষের মন, আবেগ ও অবচেতন চেতনার সঙ্গে গ্রহ ও রাশির নিবিড় সম্পর্ক রয়েছে। দিনের বেলায় যে অনুভূতিগুলো আমরা চেপে রাখি, রাতে ঘুমের সময় সেগুলিই নানা প্রতীকী রূপ নিয়ে স্বপ্নে ফিরে আসে। বিশেষ করে যাঁরা আবেগপ্রবণ, অতিরিক্ত চিন্তাশীল বা নিজের কষ্ট নিজের মধ্যেই জমিয়ে রাখেন, তাঁদের ক্ষেত্রে দুঃস্বপ্নের প্রবণতা অনেক বেশি দেখা যায়। আরও পড়ুন- কঠিন পরিস্থিতিতেও কারও সামনে মাথা নত করেন না এই ৩ রাশির মানুষ, আপনিও তাঁদেরই একজন? কর্কট রাশির মানুষেরা সাধারণত ভীষণ সংবেদনশীল হন। সামান্য কথাতেও তাঁরা গভীরভাবে আঘাত পান। বাস্তব পরিস্থিতি বিশ্লেষণের বদলে আবেগ দিয়েই সিদ্ধান্ত নেন। দিনের বেলায় তাঁরা হয়তো স্বাভাবিক থাকেন, কিন্তু রাতে অবচেতন মনে জমে থাকা পুরনো কষ্ট, হারানোর ভয় কিংবা মানসিক আঘাত দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে। পরিচিত মানুষ হারিয়ে ফেলা, একা হয়ে যাওয়া কিংবা অজানা আশঙ্কার স্বপ্ন কর্কট রাশির মানুষের মধ্যে খুবই সাধারণ। আরও পড়ুন- মেজাজ সতেজ রাখতে আর ঘুম গভীর করতে চান? এই ৬ কায়দায় শরীরে বাড়ান 'সেরাটোনিন' কন্যা রাশির জাতক-জাতিকারা সব কিছু নিখুঁত করতে চান। নিজের ওপর অযথা চাপ তৈরি করাই তাঁদের স্বভাব। কাজ, ভবিষ্যৎ, সম্পর্ক সব কিছু নিয়েই তাঁরা অতিরিক্ত চিন্তা করেন। দিনের শেষে সেই মানসিক চাপ ঘুমের মধ্যেও তাঁদের ছাড়ে না। দুঃস্বপ্নে তাঁরা নিজেকে ব্যর্থ হতে দেখেন, প্রতিযোগিতায় হেরে যেতে দেখেন বা গুরুত্বপূর্ণ কিছু হাতছাড়া হওয়ার ভয় পান। এই ধরনের স্বপ্ন তাঁদের আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। আরও পড়ুন- বর্ষবরণের পার্টির হ্যাংওভার নিয়ে ভয়? এই ঘরোয়া টোটকাগুলিতেই মিলবে দ্রুত স্বস্তি বৃশ্চিক রাশির মানুষরা বাইরে থেকে শক্ত মনে হলেও ভেতরে ভীষণ আবেগপ্রবণ। কষ্ট, রাগ বা অপমান তাঁরা কাউকে বলেন না। সব কিছু নিজের মধ্যে চেপে রাখেন। এই জমে থাকা আবেগই ঘুমের সময় ভয়ংকর রূপ নেয়। বৃশ্চিক রাশির মানুষের দুঃস্বপ্নে বিশ্বাসঘাতকতা, অন্ধকার, ধাওয়া করা বা আটকে পড়ার দৃশ্য বারবার ফিরে আসে, যা তাঁদের মানসিক অস্থিরতা বাড়িয়ে তোলে। আরও পড়ুন- ঘণ্টার পর ঘণ্টা অফিসে বসে থাকার ফলে শক্ত হয়ে যাচ্ছে পিঠ? আরাম দেবে এই ৩ সহজ ব্যায়াম মকর রাশির মানুষেরা দায়িত্ববান এবং বাস্তবমুখী হলেও নিজের অনুভূতি প্রকাশ করতে খুব একটা স্বচ্ছন্দ নন। সমাজ ও কাজের চাপ তাঁদের ওপর সবসময়ই থাকে। অন্যের সামনে দুর্বলতা দেখাতে না চাওয়ার মানসিকতা তাঁদের অবচেতন মনে ভয় তৈরি করে। সেই ভয়ই রাতে নানা অদ্ভুত ও অস্বস্তিকর স্বপ্নের জন্ম দেয়। কখনও পতন, কখনও নিয়ন্ত্রণ হারানোর দৃশ্য তাঁদের ঘুম ভাঙিয়ে দেয়। মীন রাশির মানুষরা বাস্তবের চেয়ে কল্পনার জগতে বেশি বাস করতে ভালোবাসেন। দিনের বেলায়ও তাঁরা স্বপ্নের মধ্যে ডুবে থাকেন। ভবিষ্যৎ নিয়ে এক অজানা ভয় তাঁদের মনে সবসময় কাজ করে। বাস্তব থেকে পিছিয়ে পড়ার আশঙ্কা, নিজেকে হারিয়ে ফেলার ভয় তাঁদের স্বপ্নে দুঃস্বপ্নের রূপ নেয়। মীন রাশির মানুষের দুঃস্বপ্ন অনেক সময় খুবই আবেগঘন এবং বাস্তবসম্মত হয়, যা ঘুম ভাঙার পরেও মনে দাগ কেটে যায়। অবচেতন মনের বার্তা জ্যোতিষ মতে, দুঃস্বপ্ন কেবল অশুভ ইঙ্গিত নয়, বরং অবচেতন মনের বার্তা। নিয়মিত ধ্যান, ঘুমের আগে ভারী চিন্তা এড়িয়ে চলা এবং মানসিক চাপ কমাতে পারলে এই দুঃস্বপ্নের প্রভাব অনেকটাই কমানো সম্ভব। নিজের আবেগকে বোঝা এবং প্রকাশ করতে শেখাই এই সমস্যার সবচেয়ে বড় সমাধান।
Old Malda |রাজ্য সড়ক আটকে উৎসবের আয়োজন, পুরাতন মালদায় দুর্ঘটনার আশঙ্কা
সিদ্ধার্থশংকর সরকার, পুরাতন মালদা: বড়দিনের আবহে মালদার (Malda) মানুষ যখন কার্নিভালে মেতেছেন তখন পুরাতন মালদার (Old Malda) কার্নিভালকে ঘিরে ফের দেখা দিল নতুন বিতর্ক। নতুন বছরকে স্বাগত জানাতে আগামী ৩ জানুয়ারি থেকে পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ি বিবেকানন্দ মোড়ে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘বর্ষবরণ উৎসব ও কার্নিভাল’। ৫ জানুয়ারি পর্যন্ত চলা এই বর্ণাঢ্য উৎসবকে কেন্দ্র করে বর্তমানে […] The post Old Malda | রাজ্য সড়ক আটকে উৎসবের আয়োজন, পুরাতন মালদায় দুর্ঘটনার আশঙ্কা appeared first on Uttarbanga Sambad .
বাংলায় বিজেপি সরকারের শপথগ্রহণের দিনক্ষণ স্থির, শাহের বিরাট ঘোষণায় বঙ্গ রাজনীতিতে আলোড়ণ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, রাজনৈতিক লাভের জন্য রাজ্য সরকার বাংলাদেশি অনুপ্রবেশকে উৎসাহিত করছে। তাঁর দাবি, এর ফলে গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের জনসংখ্যায় ‘বিপজ্জনক পরিবর্তন’ ঘটেছে। শাহ বলেন, অনুপ্রবেশ নিয়ে রাজ্যের মানুষ গভীরভাবে উদ্বিগ্ন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে। বাংলাদেশে ফের হিন্দু যুবক খুনে চরম চাঞ্চল্য! বড়সড় প্রশ্নের মুখে ইউনূস সরকার অমিত শাহের এই বক্তব্যের পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় এক জনসভা থেকে তিনি বিজেপিকে নিশানা করে বলেন, নির্বাচন এলেই “দুঃশাসন আর দুর্যোধনের আবির্ভাব” ঘটে। তাঁর অভিযোগ, ভয় দেখানো ও বিভাজনের রাজনীতি করতেই বিজেপি নেতারা বাংলায় আসেন। মমতার কথায়, বাংলার মানুষ শান্তিপ্রিয় এবং কাউকে আক্রমণ করে না। তিনি বলেন, “আমরা চাইলে আপনাদের এক পা-ও বেরোতে দিতাম না, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়। এটাকে হালকাভাবে নেবেন না।” বাংলাদেশ সীমান্তে ফেন্সিং দেওয়ার জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না অমিত শাহের এই অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, পেট্রাপোল ও অন্ডালে জমি কে দিয়েছে? একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, যদি অনুপ্রবেশকারীরা শুধু বাংলা দিয়েই ঢুকে থাকে, তবে তারা কীভাবে পহেলগাঁও পৌঁছাল? “তাহলে কি আপনিই পহেলগাঁও হামলার পরিকল্পনা করেছিলেন?”এই প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন মমতা। কলকাতা থেকে শাহি গর্জনের মাঝেই দিল্লিতে মোদীর সঙ্গে দেখা করলেন অধীর, তুমুল চর্চা ভোটার তালিকা সংশোধনের নামে চলা SIR প্রক্রিয়া নিয়েও তীব্র অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, SIR-এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং এর জেরে রাজ্যে প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছে। মমতার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে এই প্রক্রিয়া চালানো হচ্ছে, যা এক ‘বড় কেলেঙ্কারি’। তিনি স্পষ্ট করে বলেন, বাংলার মানুষ বিজেপিকে কখনও ক্ষমতায় আসতে দেবে না। এদিকে, তৃণমূল কংগ্রেসের তরফেও অমিত শাহের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ও দলের সিনিয়র নেতা ব্রাত্য বসু বলেন, “অমিত শাহ ফাঁকা দাবি করছেন। বিজেপি বিধানসভা নির্বাচনে ৫০ আসনের গণ্ডিও পার করতে পারবে না।” তাঁর মতে, শাহ পর্যটকের মতো বাংলায় আসা-যাওয়া করলেও, তার কোনও রাজনৈতিক ফল হবে না এবং বিজেপিকে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হতে হবে। Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর অন্যদিকে, অমিত শাহ তাঁর বক্তব্যে পুনরায় দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে কেবল অনুপ্রবেশকারীদের চিহ্নিতই করা হবে না, তাদের বহিষ্কারও করা হবে। তাঁর কথায়, “১৫ এপ্রিল, ২০২৬-এর পর বাংলায় বিজেপি সরকার গঠিত হবে, কারণ মানুষ তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার জমি না দেওয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না।এই সব বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্যেই স্পষ্ট, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে। আরও পড়ুন- SIR-এ নাম বাদ? কীভাবে নাম তুলবেন তালিকায়? বড় কৌশলের ঘোষণা মমতার
SIR News: রিক্সার হ্যান্ডেল ধরে আছেন মা,ভ্যান চালাচ্ছেন অন্ধ ছেলে, SIR-এ কাগজ দেখাতে এসেছেন
Nadia: নদিয়ার হাঁসখালি বগুলা মিলন নগরে মানবিকতার এক হৃদয়ছোঁয়া ছবি ধরা পড়েছে। হ্যান্ডেল ধরে আছেন বৃদ্ধ মা, আর ভ্যান চালাচ্ছেন তাঁর দৃষ্টিহীন ছেলে SIR শুনানির জন্য বিডিও অফিসে পৌঁছাতে গিয়ে এমনই দৃশ্য নজরে আসে সকলের। ওই পরিবারটি ২ নম্বর বগুলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা।

11 C