SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

Malda fire: শর্টসার্কিট থেকে বাড়িতে আগুন, মুহূর্তে বিকট শব্দে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, জখম ৫

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো পাঁচটি বাড়ি। আর এই অগ্নিকাণ্ডের সময় রান্নার গ্যাস বিস্ফোরণ হয়ে জখম হলেন তিনজন। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অমৃত এলাকায়। পরে অবশ্য ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতরা হলেন বাড়ির মালিক সারিউল শেখ (৪৫) এবং আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন দুই প্রতিবেশী নুর নবী শেখ (৪২) ও ইসমাইল শেখ (৩৫)। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সারিউল শেখ, রিয়াজুল শেখ ও সালেহা বিবি সহ মোট পাঁচজনের বাড়ি। পুলিশ জানিয়েছে, এদিন সকালে সারিউল শেখের বাড়ির রান্না ঘরে আচমকায় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণে কেঁপে ওঠে। আরও পড়ুন- Partha Chatterjee:অবশেষে জেলমুক্তি! SSC দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে যদিও সেই সময় রান্না ঘরে কেউ ছিল না ঘটনার সময় ওখানে কেউ উপস্থিত থাকলে বড়সড়ো অঘটন ঘটে যেত। তবে আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক সারিউল শেখ এবং তার দুই প্রতিবেশী গুরুতর জখম হয়। কর্তব্যরত দমকলের এক আধিকারিক জানিয়েছেন, যে রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেখানে আগে শর্টসার্কিটে আগুন ধরে। এরপরই সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। সেখান থেকেই রান্নার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরবাড়িতে। সাতসকালে এমন ঘটনার সময় রান্নাঘরে কেউ উপস্থিত না থাকায় বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাড়ির লোকেরা। আরও পড়ুন- Pakistan blast:দিল্লিতে হামলার পরের দিনেই ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের ইসলামাবাদ, নিহত কমপক্ষে ১২ আগুনের তীব্রতা বেড়ে ছড়িয়ে পড়ে টালি এবং টিনের ছাদ দেওয়া বাড়িগুলিতে। সেইসব বাড়ির অধিকাংশ ঘরোয়া সামগ্রী পুরে নষ্ট হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সফিকুল শেখ, মাহমুদ আব্বাসদের বক্তব্য, সাত সকালে কেউ কাজে বেরিয়েছিল। আবার কেউ বাড়ির সামনে গল্প করছিল। সেই সময় হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠে এই এলাকা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলোতে। পরে অবশ্য দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আরও পড়ুন- Delhi blast: ‘ষড়যন্ত্রকারীরা কিছুতেই বাঁচবে না’, দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ নিয়ে মুখ খুলেই চরম বার্তা মোদীর!

ইন্ডিয়ান এক্সপ্রেস 11 Nov 2025 6:27 pm

IND vs SA 1st Test, Live Streaming Info: দরকার নেই সোনি লিভের সাবস্ক্রিপশন, এভাবেই ফ্রি'তে দেখুন ভারত-আফ্রিকা ইডেন টেস্ট

India vs South Africa Test Match : অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফেরার পর ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে। দুই দলের মধ্যে দুটো টেস্ট, তিনটে ওয়ানডে এবং পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নামবে। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্য়াচ। ২০১৯ সালে ভারতের মাটিতে শেষবার টেস্ট সিরিজ খেলতে নেমেছিল। Delhi Blast, IND vs SA 1st Test: ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে গোটা দিল্লি, স্থগিত হতে পারে কলকাতা টেস্ট ম্য়াচ? ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে এই সিরিজের লাইভ টেলিকাস্ট আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। এছাড়া এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং আপনারা জিও হটস্টারে (Jio Hotstar) দেখতে পাবেন। তবে এই গোটা সিরিজটাই আপনারা একেবারে বিনামূল্যে ডিডি স্পোর্টস চ্যানেলে উপভোগ করতে পারবেন। অধিনায়ক হিসেবে দেশের মাটিতে শুভমান গিলের (Shubman Gill) পারফরম্য়ান্স এককথায় অসাধারণ। শুভমানের নেতৃত্বে টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতীয় ক্রিকেট দল এমনই পারফরম্য়ান্সের পুনরাবৃত্তি করতে চাইবে। IND vs SA 1st Test News Update: সাবধান টিম ইন্ডিয়া! নিজের ঘরেই হতে পারে চরম বেইজ্জত নিরাপত্তা বাড়ানো হল ইডেন টেস্টে গত সোমবার (১০ নভেম্বর) দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে গোটা দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমন একটি ভয়ঙ্কর অবস্থায় ইডেন টেস্টেও শুরু হয়েছে নিরাপত্তার বজ্র আঁটুনি। মঙ্গলবার দুপুরবেলা পুলিশের পক্ষ থেকে ইডেন পরিদর্শন করা হয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি যে বেশ উত্তপ্ত, তা বলা যেতেই পারে। IND vs SA Test Squad: টিম ইন্ডিয়ার জন্য বিশাল খবর, এন্ট্রি নিলেন এই তারকা ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার পাল্লা ভারী টেস্ট ক্রিকেটে ভারত এবং দক্ষিণ আফ্রিকার হেড টু হেড রেকর্ড নিয়ে যদি আলোচনা করা যায়, সেক্ষেত্রে প্রোটিয়া ব্রিগেডের পাল্লা যে কিছুটা ভারী, তা বলা যেতেই পারে। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ৪৪ টেস্ট ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ১৮ ম্য়াচে জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা। আর ভারত জিতেছে ১৬ ম্য়াচে। প্রসঙ্গত, ২০১৯-২০ মরশুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টিম ইন্ডিয়া দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। IND vs SA WCL 2025: ভারতীয় বোলারদের ধ্বংস করে এবি ডিভিলিয়ার্সের আগুনে ইনিংস! ৮৮ রানে বিধ্বস্ত যুবরাজের দল এরপর ২০২১ সালে দক্ষিণ আফ্রিকা তাদের নিজেদের ঘরে টিম ইন্ডিয়াকে কার্যত দুরমুশ করে। ২০২৩-২৪ মরশুমে সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়ে যায়। মোদ্দা কথা হল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার জয় খুব একটা সহজ হবে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস 11 Nov 2025 6:17 pm

ছেলের ভোটার কার্ড থাকলেও নেই বাবার, চিন্তায় এলাকার একাধিক

১৯৭১ সালে বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে এসেছিলেন। প্রায় আশি বছর বয়সী ওই ব্যক্তির আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও ভোটার কার্ড নেই। অথচ তাঁর ছেলের নাম ভোটর তালিকায় রয়েছে। এখন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ওই বৃদ্ধ। শুধু তিনিই নন আতঙ্কে রয়েছেন ওই এলাকার একাধিক মানুষ। ঘটনাটি পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার।

আমাদেরমালদা 11 Nov 2025 6:07 pm

AR Rahman: নারী নির্যাতনের অভিযোগ উপেক্ষা করেই...! নয়া বিতর্কে মিউজিক লিজেন্ড এ আর রহমান

AR Rahman faces backlash:সম্প্রতি সঙ্গীত জগতের অন্যতম কিংবদন্তি এ.আর. রহমান এক বড় বিতর্কে জড়িয়ে পড়েছেন। কারণ, তিনি কোরিওগ্রাফার শাইক জানি বাশা, যিনি 'জানি মাস্টার' নামে পরিচিত, তাঁর সঙ্গে কাজ করেছেন। এই কোরিওগ্রাফারের বিরুদ্ধে গুরুতর যৌন নির্যাতন এবং পকসো আইনের আওতায় অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটে রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত আসন্ন ছবি পেদ্দি-র 'চিকিরি চিকিরি' গানের জন্য, রহমান সঙ্গীত পরিচালনা করেছেন সেক্ষেত্রে এবং জানি নৃত্য নির্দেশনা দিয়েছেন। গানটি মুক্তির আগের দিন, জানি নিজেই ইনস্টাগ্রামে রহমান ও পরিচালক বুচি বাবু সানার সঙ্গে নিজের কিছু ছবি পোস্ট করেন। তিনি লেখেন, আমরা ছোটবেলা থেকে রহমান স্যারের গান শুনে বড় হয়েছি। আজ তাঁর সুরে কোরিওগ্রাফি করতে পারা স্বপ্নের মতো।” এই পোস্ট দেখার পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যিনি অতীতে #MeToo অভিযোগ ওঠার পর বৈরামুথু ও কার্তিকের সঙ্গে কাজ বন্ধ করেছিলেন, সেই রহমান কীভাবে এবার এক পকসো-অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কাজ করতে পারলেন? Dharmendra: “এক এক কো চুন চুনকে মারুঙ্গা” বলিউডের 'হি-ম্যানকে' নিয়ে গুজব! ধর্মেন্দ্র কে জানেন? রেডিট ও টুইটারে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ বলেছেন, চলচ্চিত্র ও সিনে শিল্প, যৌন নির্যাতনের অভিযোগকে গুরুত্বই দেয় না, আবার কেউ মন্তব্য করেছেন, রহমান বৈরামুথুকে বর্জন করেছিলেন, তবে জানির ক্ষেত্রে কেন এই দ্বিমুখী আচরণ? অনেকে প্রশ্ন তুলেছেন, পকসো মামলায় অভিযুক্ত কেউ কীভাবে আবার বড় প্রোজেক্টে কাজের সুযোগ পায়? এদিকে, রাম চরণ ও জাহ্নবী কাপুরও একই ছবিতে জানির সঙ্গে কাজ করলেও, তাঁদের দিকে এই বিতর্কের তীর ছোড়া হয়নি। অনেকের মতে, পুরো ঘটনা যেন শুধুমাত্র রহমানকে কেন্দ্র করেই বিতর্কিত করা হয়েছে। তবু, এই ঘটনা আবারও তুলে ধরেছে- ভারতীয় চলচ্চিত্র জগতে নৈতিকতা ও দায়বদ্ধতার প্রশ্ন কতটা গভীর। Dharmendra Health Updates: ভক্তদের প্রার্থনা-ই কামাল করল? চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র.. উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে গোয়ায় এক নাবালিকা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে জানিকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়, পরে পকসো আইন যুক্ত করা হয়। যদিও তিনি পরে জামিন পান, তথাপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাঁর সেরা নৃত্য পরিচালকের জাতীয় পুরস্কারটি বাতিল করে দেয়। এই ঘটনার পর এ.আর. রহমানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে গোটা সোশ্যাল মিডিয়া- তিনি কি জানির অতীত সম্পর্কে অজ্ঞ ছিলেন, নাকি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছেন? এখনো পর্যন্ত রহমান এই বিতর্কে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 11 Nov 2025 6:00 pm

Delhi Blast News: দিল্লির বিস্ফোরণে আত্মঘাতী হামলা? খতিয়ে দেখছে পুলিশ, নজরে গাড়ি

Delhi Blast News Update: নিরাপত্তায় সম্পূর্ণ মূড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি। বিস্ফোরণস্থল থেকে ১০০ বা ১৫০ মিটার দূরের স্থান থেকেও নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। কারণ, একাধিক ধাতন পদার্থ ও মানব দেহের অংশও ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল।

টিভি 9 বাংলা 11 Nov 2025 5:52 pm

Mamata Banerjee News: ‘ভাইয়েদের বলব বোনের দেখে রাখতে’, হাসপাতালের ভিতর মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বার্তা মমতার

মুখ্যমন্ত্রী বলেন, রাতের বেলা মেয়েরা যখন একটা ভবন থেকে অন্য ভবনে যান সেই সময় অনেকটা সময় লাগে। যদি লোডশেডিং হয়ে যায় অসুবিধা হয়। ধীরে ধীরে দেখতে হবে যাতে একটা ভবন থেকে অন্য ভবনে ডাইরেক্ট যাওয়া যায়। মুখ্যমন্ত্রী এ দিন কার্যত উদ্বেগ প্রকাশ করেই জানান যে, ভাইরাই বোনদের দেখে রাখবেন। যাতে হাসপাতালের ভিতরে খারাপ কোনও ঘটনা না ঘটে।

টিভি 9 বাংলা 11 Nov 2025 5:52 pm

Laxmir Bhandar: হাতে ঝাঁটা ও বিজেপির পতাকা, লক্ষ্মীর ভান্ডারের জন্য শ’য়ে-শ’য়ে মহিলা নামলেন পথে

পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাধে মহিলাদের। হাতাহাতিতে জখম হন কয়েকজন বিক্ষোভকারী। কয়েকজন মহিলার মাথায় কপালে আঘাত লাগে বলেও খবর। লক্ষ্মীর ভান্ডার চালু না হলে জেলাশাসকের কার্যালয় ঘেরাও এর হুশিয়ারি ও দেওয়া হয়। এক বিক্ষোভকারী মহিলা বলেন, পুলিশ আমাদের মেরেছে। আমার হাত ধরে নিয়েছে।

টিভি 9 বাংলা 11 Nov 2025 5:48 pm

Indian Torpedo: China-র বর্ম ভাঙাতে তৈরি হচ্ছে ভারতের বরুণাস্ত্র!

Indian Torpedo To Destroy China: এবার স্টেলথ টর্পেডো ভারতের হাতেও। পোশাকি নাম বরুণাস্ত্র। সমুদ্রের ৮০০ মিটার গভীরে ঘাপটি মেরে থাকা শত্রুপক্ষের সাবমেরিনকে খুঁজে বের করে ধ্বংস করতে ওস্তাদ এই বরুণ। আগামীতে এর রেঞ্জ আরও বাড়বে।

টিভি 9 বাংলা 11 Nov 2025 5:42 pm

দিল্লি বিস্ফোরণে তদন্তের দায়িত্বে NIA, উচ্চ পর্যায়ের বৈঠকে শাহ

একাধিক রাজ্যের সঙ্গে এই বিস্ফোরণের যোগ পাওয়া গিয়েছে।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 5:40 pm

Ammonium Nitrate: অ্যামোনিয়াম নাইট্রেট কী? যে কেউ কিনতে পারেন এই রাসায়নিক?

Ammonium Nitrate: কেন্দ্রীয় সরকারের স্পষ্ট গাইডলাইন আছে। সেখানে বলা আছে, অ্যামোনিয়াম নাইট্রেট কেনা, বিক্রি করা, আমদানি বা রফতানি করা, তৈরি করা যায় না লাইসেন্স ছাড়া। যে কোনও জায়গায় এই রায়ানিক তৈরি করা যায় না। কোনও দাহ্য পদার্থের সঙ্গে এটি বহন করা যায় না। এমনকী আরও বলা আছে যে রাতের অন্ধকারে কেউ অ্যামোনিয়াম আনা-নেওয়াও করতে পারে না। কিন্তু কোথায় গাইডলাইন?

টিভি 9 বাংলা 11 Nov 2025 5:36 pm

২০ টাকার বিনিময়ে হেমাকে ‘হাগ’, কাকে ঘুষ দিয়েছিলেন ধর্মেন্দ্র?

বহু নায়িকাও গোপনে মন দিয়েছেন তাঁকে। নানা জল্পনাতেও নাম জড়িয়েছে তাঁর। তবে তিনি মন দিয়েছিলেন সিনেপাড়ার ড্রিমগার্লকে। তাঁদের ভালবাসার কাহিনি আজও সিনেমাপ্রেমীদের মনে অমলিন, বিশেষ করে যখন কথা ওঠে ১৯৭৫ সালের কালজয়ী ছবি ‘শোলে’।

টিভি 9 বাংলা 11 Nov 2025 5:36 pm

Palak Muchhal |গান গেয়ে ৩,৮০০ দুস্থ শিশুর হার্ট সার্জারি! গিনেস বুকে নাম উঠল পলক মুচ্ছলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিজের কন্ঠের মাধ্যমে দেশবাসীর মন আগেই জয় করেছেন গায়িকা পলক মুচ্ছল (Palak Muchhal)। আর এবার মানবসেবার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড (Guinness Book of World Records) এবং লিমকা বুক অফ রেকর্ডস-এ (Limca Book of Records) তাঁর নাম জায়গা পেল। পলক তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তিন হাজারেরও বেশি দুস্থ শিশুর হার্ট […] The post Palak Muchhal | গান গেয়ে ৩,৮০০ দুস্থ শিশুর হার্ট সার্জারি! গিনেস বুকে নাম উঠল পলক মুচ্ছলের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 5:34 pm

Birbhum |অভিযুক্ত কাউন্সিলার এখনও গ্রেপ্তার হয়নি, বিচার চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ তরুণী

আশিস মণ্ডল, সিউড়ি: দল অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে দলীয় কাউন্সিলারকে। কিন্তু বীরভূমের (Birbhum) রামপুরহাট থানার পুলিশ (Rampurhat Police) তাকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করছে না। তাই ধর্ষণে অভিযুক্ত কাউন্সিলারকে গ্রেপ্তারের দাবিতে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন নির্যাতিতা। তাঁর দাবি, রামপুরহাট শহরে ঘোরাঘুরি করলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। প্রসঙ্গত, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে […] The post Birbhum | অভিযুক্ত কাউন্সিলার এখনও গ্রেপ্তার হয়নি, বিচার চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ তরুণী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 5:25 pm

এসআইআরের জন্য বাড়ি ফেরার কথা ছিল! অসমে ট্রেনের ধাক্কায় মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের

স্বামীর মৃত্যুতে তিন নাবালক সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্ত্রী।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 5:10 pm

‘শীঘ্রই কাজে ফিরছি’, বাড়ি ফিরেই অনুগামীদের জানিয়ে দিলেন পার্থ

বাড়ি ফিরে প্রিয় পোষ্যের সঙ্গে সময় কাটান পার্থ।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 5:04 pm

Tight security at Eden |বাড়তি সতর্কতা ইডেনে! আঁটসাঁট নিরাপত্তার বলয়ে ১৪ নভেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি সতর্কতা জারি হয়েছে কলকাতা শহরেও। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। আগামী ১৪ নভেম্বর থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচের কথা মাথায় রেখে গোটা চত্বরজুড়ে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেপে উঠেছিল দিল্লির লালকেল্লা এলাকা। […] The post Tight security at Eden | বাড়তি সতর্কতা ইডেনে! আঁটসাঁট নিরাপত্তার বলয়ে ১৪ নভেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 5:02 pm

‘জঙ্গি কার্যকলাপে অভিযুক্তকে জামিন নয়’, দিল্লি হামলার পরদিনই কড়া বার্তা সুপ্রিম কোর্টের

দিল্লি হামলার পরই কড়া অবস্থান শীর্ষ আদালতের।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 5:00 pm

Lionel Messi |ক্যাম্প ন্যুতে ফিরে আবেগপ্রবণ মেসি

বার্সেলোনা: ঘরের ছেলের ঘরে ফেরা। নীল জিনস, বাদামি স্নিকার্স, সাদা-কালো চেক শার্ট এবং তার ওপর ধূসর জ্যাকেট। একেবারে সাধারণ পোশাকে রবিবার রাতে লিওনেল মেসি হাজির হলেন তাঁর একসময়ের ঠিকানা ক্যাম্প ন্যুতে। যার প্রতিটি ঘাস সাক্ষী আর্জেন্টাইন মহাতারকার সম্মোহনী সব কীর্তির। ৫ বছর পর প্রথমবার পা ক্যাম্প ন্যুর ঘাসে পা রেখে স্বভাবতই আবেগপ্রবণ হয়ে পড়েন বিশ্বকাপজয়ী […] The post Lionel Messi | ক্যাম্প ন্যুতে ফিরে আবেগপ্রবণ মেসি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 4:58 pm

পাক তারকা নাসিম শাহের বাড়িতে জঙ্গি হামলা! পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি

নিজের দেশে নিরাপদ নন পাকিস্তানের ক্রিকেটাররা!

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 4:57 pm

CM Mamata Banerjee: ‘অটলজিকে প্রশ্ন করেছিলাম যীশুর জন্মের দিনই জন্মেছিলেন? উনি বললেন না..না, মা-বাবা যা দিয়েছিলেন সেই চলে আসছে’

আজ এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কথা বলার পাশাপাশি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উদাহরণ দেন। প্রথমে মুখ্যমন্ত্রী বলেন, আমরা ছিলাম হোমডেলিভারি। এখন খোদ মুখ্যমন্ত্রীর কেউ যদি জন্মের শংসাপত্র চান তাহলে কীভাবে পাবেন? আজ নিজেই এ কথা বলে মমতা বলেন, আজ যদি আমায় কেউ বলে তুমি গ্রামের সার্টিফিকেট নিয়ে এসো মা বাবার। আমি পারব না। মিথ্যা কথা কেন বলব...আমরা জন্মেছিলাম মাটির ঘরে। তারপর এখানে বাবার কাজের জন্য চলে আসতে বাধ্য হয়েছিলাম। কিন্তু ক'জনের ইন্সস্টিটিউশন ডেলিভারি হত?

টিভি 9 বাংলা 11 Nov 2025 4:54 pm

ভারতকে রক্তাক্ত করাই ছিল লক্ষ্য! গ্রেপ্তার জইশের মহিলা ব্রিগেডের দায়িত্বে থাকা মহিলা চিকিৎসক

সন্ত্রাসকে গোড়া থেকে উপড়ে ফেলতে কোমর বাঁধছে তদন্তকারীরা।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 4:53 pm

Shaili Singh |শৈলীকে ভবিষ্যতে অলিম্পিক পোডিয়ামে দেখছেন অঞ্জু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত এপ্রিল মাসে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রাক্তন অ্যাথলিট অঞ্জু ববি জর্জের ৬.৫৯ মিটার লং জাম্পের রেকর্ড ভেঙে দেশে সারা ফেলে দিয়েছিলেন তাঁরই ছাত্রী শৈলী সিং। নিজের ছাত্রীর কৃতিত্বে উচ্ছ্বসিত হয়েছিলেন স্বয়ং অঞ্জু। এবার শৈলী আগামীদিনে অলিম্পিকে পদক আনবেন বলে দাবি করেছেন এই প্রাক্তন অ্যাথলিট। কলকাতায় এক অনুষ্ঠানে এসে অঞ্জু বলেছেন, ‘অলিম্পিকে পদক […] The post Shaili Singh | শৈলীকে ভবিষ্যতে অলিম্পিক পোডিয়ামে দেখছেন অঞ্জু appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 4:52 pm

Delhi Blast: বিস্ফোরণের সময়ের CCTV ফুটেজ হাতে এল TV9 বাংলার!

Delhi Blast: গোয়েন্দা সূত্রে খবর, গাড়িটি দুপুর ৩টে ১৯মিনিট নাগাদ লালকেল্লা সংলগ্ন একটি পার্কিং লটে ঢুকে পড়ে। এরপর সেই সময় গাড়িতে উপস্থিত সন্দেহভাজনরা গোটা এলাকা ঘুরে দেখেন।অনুমান, কোথায় বিস্ফোরণ ঘটালে নাশকতার মাত্রা তীব্র থাকবে, সেটাই বুঝতে গাড়িটিকে ওই পার্কিং লটেই দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়

টিভি 9 বাংলা 11 Nov 2025 4:52 pm

‘দুঃখজনক খবর আসতে চলেছে?’ ধর্মেন্দ্র বাড়ির বাইরের ছবি বাড়াচ্ছে চিন্তা

দ্রুতই ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এষা দেওল খবরের সত্যতা প্রকাশ্যে আনেন। হেমা মালিনী তীব্র ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এভাবে দায়িত্বজ্ঞানহীনভাবে মিথ্যা সংবাদ প্রচার করা অত্যন্ত অসম্মানজনক ও অমানবিক।”

টিভি 9 বাংলা 11 Nov 2025 4:51 pm

ছাঁটাই রশিদ-রাবাডার মতো তারকা! ‘বাজে খরচ’কমিয়ে দল সাজানোর পথে গিলের গুজরাট

২০২৫ সালে প্লে অফে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে গুজরাটকে।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 4:51 pm

Home Loan-এর এই নিয়ম মানলে বাঁচবে প্রায় ২০ লক্ষ টাকা, ঋণ শোধ হয়ে যাবে ৬ বছর আগেই!

Home Loan Over Draft Account: সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা সেখানে না রেখে এই ওভারড্রাফট অ্যাকাউন্টে রাখলেই হল। কারণ, সেভিংস অ্যাকাউন্টে যেখানে মাত্র ২.৫ শতাংস সুদ পাওয়া যায়, সেখানে এই ওভার ড্রাফট অ্যাকাউন্টে কার্যত পাওয়া যায় প্রায় ৯ শতাংশ হারে সুদ।

টিভি 9 বাংলা 11 Nov 2025 4:47 pm

হাসপাতাল থেকে ছেলে নিয়ে বাড়ি ফিরলেন ক্যাট-ভিকি, কী নাম রাখছেন খুদের?

এই বিষয়ে কঠোর গোপনীয়তা রাখছেন ভিকি ও ক্য়াটরিনা। পাপারাজ্জিদের অনুরোধও করেছেন, শিশুটির ছবি না তুলতে। আর এরই মাঝ খানে, ভিকি ও ক্যাটরিনার অনুরাগীদের মধ্যে আলোচনা তুঙ্গে। ছেলের কী নাম রাখছেন ভিকি-ক্যাট?

টিভি 9 বাংলা 11 Nov 2025 4:43 pm

Smriti Mandhana Love Story: কীভাবে স্মৃতিকে 'দিল কী বাত' জানালেন পলাশ? জেনে নিন হাঁড়ির খবর

Smriti Mandhana: সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকার (IND W vs SA W) বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ৫২ রানে জয়লাভ করে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ইতিহাস কায়েম করেছে। এই মহিলা ক্রিকেটারদের নিয়ে আপাতত দেশের সর্বত্র প্রশংসার বন্যা বইছে। Smriti Mandhana Latest ICC Ranking: বিশ্বকাপ জিতেও পড়লেন মহা ফাঁপড়ে, চরম ক্ষতির মুখে ভারতের তারকা ক্রিকেটার এদিকে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার পরিবারে দ্বিগুণ খুশির হাওয়া বইছে। সম্প্রতি স্মৃতির দীর্ঘদিনের বয়ফ্রেন্ড পলাশ মুচ্ছল (Palash Muchhal) জানিয়েছেন যে তাঁরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। এমনকী, ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জয় করার পর স্মৃতির পাশে দেখতে পাওয়া যায় পলাশকে। তাঁরা দুজনেই দুজনকে জড়িয়ে ধরে চুম্বন করেছিলেন। Smriti Mandhana Reaction: ঐতিহাসিক জয়ের পরও চোখে জল, কান্নায় ভেঙে পড়ে এবার সত্যিটা ফাঁস করলেন স্মৃতি! এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে একটাই প্রশ্ন বারংবার উঁকি দিতে শুরু করেছে। কীভাবে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে প্রপোজ় করলেন পলাশ? কীভাবেই বা একে অপরের সঙ্গে বিনিময় করলেন হৃদয়ের কথা? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। Smriti Mandhana Wedding: কবে বিয়ের পিঁড়িতে স্মৃতি মন্ধনা? সামনে এল দিনক্ষণ ২০২৪ সালে প্রকাশ করেন সম্পর্কের কথা ২০২৪ সালে টিম ইন্ডিয়ার 'লেডি সুপারস্টার' স্মৃতি মান্ধানা একটি ইনস্টাগ্রাম পোস্ট করে এই সম্পর্কের কথা প্রকাশ করেন। ২৯ বছর বয়সি এই ক্রিকেটারের থেকে পলাশ মুচ্ছল এক বছরের বড়। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই স্মৃতি এবং পলাশ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। স্মৃতির হোমটাউন সাংলিতে (মহারাষ্ট্র) চার হাত এক করার অনুষ্ঠান আয়োজন করা হবে। Smriti Mandhana Record: বিশ্বকাপ ফাইনালে মহা রেকর্ড স্মৃতি মান্ধানার, আনন্দে উল্লসিত টিম ইন্ডিয়া স্মৃতির নামে হাতে ট্যাটু করিয়েছেন পলাশ স্মৃতি এবং পলাশ দুজনেই একে অপরকে খুব ভালবাসেন। সূত্রের খবর, ২০১৯ সাল থেকে তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ডেট করছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পলাশের হাতে স্মৃতি নামে একটি সুন্দর উল্কি করা রয়েছে। এই ট্যাটুতে স্মৃতির নামটা স্টাইলিশভাবে লেখা রয়েছে। কীভাবে স্মৃতিকে প্রোপোজ করেছিলেন স্মৃতি? স্মৃতি এবং পলাশের 'প্রেমের কাহিনী' যথেষ্ট মধুর। ২০১৯ সাল থেকে তাঁদের লাভস্টোরি শুরু হয়। বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, দিদি পলকের সামনেই নাকি গান গেয়ে স্মৃতিকে প্রেম নিবেদন করেছিলেন পলাশ। সম্প্রতি, পলাশ জানিয়েছেন যে খুব শীঘ্রই তিনি স্মৃতিকে বিয়ে করতে চলেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 11 Nov 2025 4:40 pm

‘১৪ বছরে রাজ্য স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব’, স্বাস্থ্যভবনে ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধন মমতার

আজই উত্তরবঙ্গ সফর থেকে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 4:39 pm

TMC |‘সিঁদুর রক্ষা করতে না পারলে পদত্যাগ করুন’, দিল্লি বিস্ফোরণ নিয়ে অমিত শাকে বেনজির আক্রমণ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের (Amit Shah) পদত্যাগ দাবি করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার দুপুরে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী শশী পাঁজা এবং সাংসদ পার্থ ভৌমিক প্রশ্ন তোলেন, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজেই বলতে না পারেন এটা সন্ত্রাসবাদী হামলা কিনা, তাহলে জনগণ কাকে বিশ্বাস করবে?’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek […] The post TMC | ‘সিঁদুর রক্ষা করতে না পারলে পদত্যাগ করুন’, দিল্লি বিস্ফোরণ নিয়ে অমিত শাকে বেনজির আক্রমণ তৃণমূলের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 4:36 pm

Lalbazar: বিস্ফোরণ দিল্লিতে, কলকাতায় নাকা তল্লাশি

Lalbazar: পুলিশকে তথ্য ভান্ডার বাড়াতে হবে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি। ঘটনায় নাশকতার সম্ভাবনা ক্রমশ জোরালো হতে শুরু করেছে। দিল্লি জুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। আপাতত তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে লালকেল্লাও।

টিভি 9 বাংলা 11 Nov 2025 4:36 pm

নিঃশব্দে মানবসেবা, ৩,৮০০ দুস্থ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে গিনেস বুকে নাম পলক মুচ্ছলের

আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেলেন মানবসেবায় ব্রতী বলিউড গায়িকা।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 4:34 pm

Delhi Blast: দিল্লি বিস্ফোরণের গাড়ির চালকের সিটে ছিলেন ডাক্তার উমর! প্রায় ৩ ঘণ্টা কী করছিলেন?

Delhi Blast: সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ওই ছোট গাড়ি গতি কমিয়ে লালকেল্লার কাছে সুভাষ মার্গ সিগন্যালে দাঁড়ায়। তখনই আচমকা বিস্ফোরণ ঘটে ওই গাড়িতে। ওই গাড়িতেই ছিলেন নবি। জানা যাচ্ছে, সিগন্যালে দাঁড়ানোর আগে পার্কিং লটে প্রায় তিন ঘণ্টা ঠায় দাঁড়িয়েছিল ওই গাড়ি।

টিভি 9 বাংলা 11 Nov 2025 4:32 pm

Partha Chatterjee:অবেশেষে জেলমুক্তি! SSC দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় অবশেষে নাকতলার বাড়িতে

Partha Chatterjee bail: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং SSC নিয়োগ দুর্নীতি মামলার মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় অবশেষে বাড়ি ফিরেছেন। হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পরে তিনি দক্ষিণ কলকাতার নাকতলা বাড়িতে পৌঁছেছেন। তার জেল মুক্তি নিয়ে আগে কিছুটা সংশয় ছিল, কারণ গত একাধিক মাস ধরে তিনি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। আদালতের গ্রিন সিগন্যাল পাওয়ার পর চিকিৎসকরা তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেন। পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে ২০২২ সালে ইডি গ্রেফতার করেছিল। তখন স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাদের ঠিকানা থেকে নগদ অর্থ এবং সোনার গয়না বাজেয়াপ্ত হয়। পরবর্তীতে CBI-ও দুর্নীতি মামলায় তদন্ত নেমে পার্থকে গ্রেফতার করে। আরও পড়ুন- Pakistan blast:দিল্লিতে হামলার পরের দিনেই ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের ইসলামাবাদ, নিহত কমপক্ষে ১২ ২০২২ সালের গ্রেফতারির পর থেকে পার্থ চট্টোপাধ্যায় জেল এবং হাসপাতালের মধ্যে কাটিয়েছেন। প্রেসিডেন্সি জেলে থাকাকালীন বারবার শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এই সময়ে তিনি বারবার জামিনের আবেদন করেন। প্রথমে ইডি মামলায় সুপ্রিম কোর্ট থেকে এবং পরে নিম্ন আদালত থেকে তিনি জামিন পান। তবে সিবিআই মামলার কারণে তার জেল মুক্তি বিলম্বিত হয়। আরও পড়ুন- Delhi blast: ‘ষড়যন্ত্রকারীরা কিছুতেই বাঁচবে না’, দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ নিয়ে মুখ খুলেই চরম বার্তা মোদীর! শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে, সিবিআই মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্তি পেতে, তিনটি মামলায় আট জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হতে হবে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গত সোমবারই ওই মামলায় অষ্টম সাক্ষীকে তদন্ত শেষে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এরপর আদালতের নির্দেশে তার জেল মুক্তি কার্যকর করা হয়েছে। আরও পড়ুন- Delhi Red Fort blast live updates:দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল! 'দোষীদের রেয়াত নয়', কড়া বার্তা রাজনাথ সিংয়ের

ইন্ডিয়ান এক্সপ্রেস 11 Nov 2025 4:28 pm

Delhi Blast: বিস্ফোরণে রক্তস্নাত দেশের রাজধানী, NIA-NSG কী কী নমুনা সংগ্রহ করল?

Delhi Blast: এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। একাধিক সংস্থাকে একসঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। দিল্লির পুলিশ কমিশনার ও ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) ডিরেক্টরের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

টিভি 9 বাংলা 11 Nov 2025 4:27 pm

নোবেল জয়ের আড়ালে এক বঞ্চনার গল্প

সুমন্ত বাগচী সম্প্রতি ৯৭ বছর বয়সে প্রয়াত হলেন জেমস ওয়াটসন। তাঁর মৃত্যুর পর আবারও সামনে উঠে এসেছে ডিএনএ’র গাঠনিক রহস্য উদ্ঘাটনের ইতিহাস এবং সেই ইতিহাসের আড়ালে থাকা এক বঞ্চনার কাহিনী। জেনেটিক তথ্যবাহী পদার্থ যে ডিএনএ- তা আভেরি, ম্যাকলিওড, ম্যাককারটি এবং পরে হার্সে ও চেজ পরিষ্কারভাবে প্রতিষ্ঠা করেছিলেন। ডিএনএ’র রাসায়নিক উপাদান নিয়ে তেমন সংশয়ও তখন […] The post নোবেল জয়ের আড়ালে এক বঞ্চনার গল্প appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 4:25 pm

ছলছল নয়নে নাকতলার বাড়িতে পার্থ, বরণ করলেন আত্মীয়রা, আইনজীবী বলছেন, ‘সত্যের জয়’

এতদিন পর প্রিয়জনদের দেখে ফের কেঁদে ফেলেন পার্থ।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 4:21 pm

হরণ করা ভবিষ্যতের খোঁজে জেন–জি

অশোক ভট্টাচার্য একটি ঢেউ আছড়ে পড়ছে। হিমালয় থেকে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা হয়ে লাতিন আমেরিকা পর্যন্ত। এ কোনও রাজনৈতিক দলের ছক কষা আন্দোলন নয়, এ এক স্বতঃস্ফূর্ত বিদ্রোহ- যা তরুণ প্রাণের তাপে ঝলসে উঠেছে। নয়ের দশকের মাঝামাঝি থেকে ২০১০ সালের মধ্যে জন্ম নেওয়া যে প্রজন্ম, যাদের আমরা ‘জেনারেশন জি’ বা সংক্ষেপে ‘জেন-জি’ […] The post হরণ করা ভবিষ্যতের খোঁজে জেন–জি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 4:21 pm

বিদায় ক্যাভিটি! চুল থেকে তৈরি টুথপেস্টই মেরামত করবে দাঁতের ক্ষয়

লন্ডন কিংস কলেজের গবেষকরা এমনটাই জানাচ্ছেন।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 4:15 pm

‘একেবারে লজিক্যাল…’, অভিজিতের ‘অবাঙালি বিজেপি নেতা’মন্তব্যের সমর্থনে শুভেন্দু

অবাঙালি বিজেপি নেতাদের দাপট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 4:09 pm

Defence Sector-এর সঙ্গে যুক্ত এই ৩ Stock, নজরে রাখছেন বিনিয়োগকারীরা!

Defence Sector: বিমানের ডিজিটাল মস্তিস্ক বা অ্যাভিওনিক্স তৈরিতেও এখন বিরাট অবদান রাখছে ভারতীয় সংস্থাগুলো। এ ছাড়াও তৈরি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও মহাকাশ গবেষণা সংক্রান্ত পণ্যও। আর এই সব মিলিয়েই ৩টে এমন শেয়ার রয়েছে, যা আগামীতে বাড়তে পারে চড়চড়িয়ে।

টিভি 9 বাংলা 11 Nov 2025 4:04 pm

ছাগল চড়াতে গিয়ে বাঁকুড়ায় ‘গণধর্ষণে’র শিকার নাবালিকা! পুলিশের জালে ৩

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 4:04 pm

টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলেও প্রকৃত বিশ্বচ্যাম্পিয়ন নয় দক্ষিণ আফ্রিকা! বিস্ফোরক প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক বাখার

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে কী ভবিষ্যদ্বাণী করছেন প্রোটিয়া ক্রিকেটের প্রগতি-পুরুষ।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 4:02 pm

Dharmendra: “এক এক কো চুন চুনকে মারুঙ্গা” বলিউডের 'হি-ম্যানকে' নিয়ে গুজব! ধর্মেন্দ্র কে জানেন?

Dharmendra 'The Bollywood He-man': এদেশে সত্যিটা যত তাড়াতাড়ি পৌঁছই তার থেকে দ্রুত পৌঁছই মানুষের কাছে গুজব। “এক এক কো চুন চুনকে মারুঙ্গা এর ডায়লগটার সঙ্গে অনেকেই পরিচিত”, আলাদা করে এই ডায়লগ এর ব্যাখ্যা করার কোন প্রয়োজন পড়ে না। ‘ধর্মেন্দ্র’, বলিউডের এক অন্যতম জনপ্রিয় নাম। রূপলি পর্দার হিরো ‘হি-ম্যান’। রোমান্স টু অ্যাকশন সব চরিত্রেই অনবদ্য। ছবির চিত্রনাট্য যেমনই হোক না কেন চরিত্র সব নিংড়ে নিতেন অভিনেতা। পর্দার এই বলশালী হিরো এখন অভিনয় করছেন জীবনের সবথেকে কঠিন এক মুহূর্তে। লড়াই করছেন প্রতিটি শ্বাসের সঙ্গে। চিত্রনাট্য লিখছেন ভগবান। অসুস্থতার পর থেকেই একের পর এক গুজব। পরিবারের তরফ থেকেও অনুরোধ করা হয়েছে যাতে ভুল কোন তথ্য দেওয়া না হয় অভিনেতাকে নিয়ে। Dharmendra Health Updates: ভক্তদের প্রার্থনা-ই কামাল করল? চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র.. ষাটের দশকের হাসিখুশি প্রেমিক থেকে সত্তরের দশকের ‘অ্যাকশন কিং’, জীবনের প্রতিটি অধ্যায়েই তিনি প্রমাণ করেছেন, বিপদে পিছু হটা তাঁর স্বভাবে নেই। একসময় পর্দায় যেমন একাই লড়েছেন শত শত্রুর সঙ্গে, তেমনই বাস্তব জীবনেও বারবার ফিরে এসেছেন আরও শক্ত হয়ে। ভীরু তো এত সহজে কাঁদিয়ে চলে যেতে পারে! গোটা দেশের প্রার্থনা যে রয়েছে তার সঙ্গে। তিনি সাড়া দিচ্ছেন। জীবনের মঞ্চে অভিনয় এখনো অনেকটা বাকি। ষাটের দশকের সুদর্শন, লাজুক রোম্যান্টিক হিরো থেকে সত্তরের দশকের রুক্ষ, মারকুটে 'হি-ম্যান'। ধর্মেন্দ্রর এই রূপান্তর কেবল তাঁর কেরিয়ারের একটি বাঁক বদল ছিল না, ছিল ভারতীয় বাণিজ্যিক সিনেমার এক নতুন দিগন্তের শুরু। তাঁর জীবন এবং কেরিয়ার ঠিক যেন একটি সিনেমার মতোই বৈচিত্র্যময়, যেখানে ছিল প্রেম, সাফল্য, উত্থান এবং একসময় লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ার বিষণ্ণতা। সময়টা ছিল ১৯৬০ সাল। 'দিল ভি তেরা হাম ভি তেরে' ছবির মাধ্যমে যখন ধর্মেন্দ্রর অভিষেক ঘটে। তখন তিনি ছিলেন এক্কেবারে পাশের বাড়ির ছেলের মতো। পাঞ্জাবের সহজ-সরল যুবক, যার চোখে স্বপ্ন আর মুখে লাজুক মিষ্টি হাসি। সুদর্শন চেহারা ঝড় তুলছিল তরুণীদের বুকে। সম্প্রতি নিজেরই একটি ছবিতে নিজেই একটি ডায়লগে বলেছেন, “যখন আমি জওয়ান ছিলাম তখন প্রতিটি মেয়েই আমার ছবি নিজেদের বালিশের নিচের তলায় রেখে ঘুমাতো”, ষাটের দশক জুড়ে তিনি বহু রোমান্টিক চরিত্রে অভিনয় করেন। ‘আঁখে’, ‘শিকার’, ‘আয়া সাওয়ান ঝুম কে’-র মতো ছবিগুলিতে রোমান্টিক দৃশ্য তখনের তরুণ এখন বৃদ্ধ হতে যাওয়া প্রজন্মকে ভালোবাসার রসদ জুগিয়েছিল। Dharmendra Death Rumour: 'ধর্মেন্দ্রর মতো আইকনকে নিয়ে দয়া করে...', মৃত্যুর গুজব রটতেই কী পদক্ষেপ IFTDA-এর? হিন্দি গানে তাঁর উপস্থিতি এবং নায়িকাদের সাথে তাঁর অনস্ক্রিন রসায়ন ভোলার মতো নয়। এ প্রজন্মের সোশ্যাল মিডিয়া একাউন্টে এখনও এই মাচো ম্যান রোমান্টিক হিরোর ছবির ক্লিপিং একবার অন্তত ঘুরে ফিরে আসবে। রোমান্টিক হিরো থেকে একেবারে অ্যাকশন হিরো এই যাত্রাটা ছিল অন্যরকম। ষাটের দশক থেকে যখন সত্তরের দশকের দিকে এগোচ্ছে, তখন ধর্মেন্দ্রর হঠাৎ মনে হতে থাকল নিজের ভাবমূর্তি ভাঙ্গার। রোমান্টিক থেকে অ্যাকশন এর দিকে পা বাড়ানোর ইচ্ছে জাগলো তার মনে। যে সিদ্ধান্ত নিলেন সেই কাজ করতে বেশি দেরি করলেন না। সত্তর দশকে রাজ খোসলার ‘মেরা গাঁও মেরা দেশ’(১৯৭১) ছবিটি তাঁর অ্যাকশন হিরো সত্তাকে প্রথমবার জনসমক্ষে আনে। এরপরই আসে ১৯৭৫ সালের সেই কালজয়ী ছবি ‘শোলে’। ‘বীরু’ চরিত্রে ধর্মেন্দ্রর অভিনয়, তাঁর কমেডি এবং অ্যাকশনের মেলবন্ধন তাঁকে এনে দেয় আকাশছোঁয়া জনপ্রিয়তা। এই ছবির পর থেকেই তিনি পরিচিত হন ‘অ্যাকশন কিং’ বা ‘হি-ম্যান’ হিসেবে। Dharmendra Health Update: হাসপাতালে সানি-ববি, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে এল বিরাট আপডেট.. আশির দশকে তাঁর অ্যাকশন হিরোর ইমেজ আরও মজবুত হয়। ‘ধরম বীর’, ‘জানি দুশমন’, ‘লোহা’, ‘হুকুমত’-এর মতো একের পর এক অ্যাকশন ছবিতে তিনি দাপিয়ে বেড়ান। তাঁর মারকুটে ভাবমূর্তি এতটাই জনপ্রিয় হয়েছিল যে দর্শকরা তাঁকে রক্তারক্তি অ্যাকশন ছাড়া অন্যভাবে ভাবতেই পারতেন না। ধর্মেন্দ্রর অভিনয় শৈলী ছিল সম্পূর্ণ নিজস্ব। তিনি সংলাপ বলার সময় খুব বেশি নাটকীয়তা করতেন না, বরং একটা স্বাভাবিক ছন্দ বজায় রাখতেন, যা সরাসরি দর্শকের মনে গেঁথে যেত। ‘শোলে’ ছবির সেই বিখ্যাত ডায়লগ, “বসনন্তী, ইন কুত্তো কে সামনে মত নাচনা!” বা “এক এক কো চুন চুনকে মা”, আজও মানুষের মুখে মুখে ফেরে। এছাড়া ‘আপনে’র মতো ছবিতে তাঁর আবেগপ্রবণ অভিনয়ও প্রমাণ করে যে তিনি পেশীশক্তি দিয়ে পর্দায় ভিলেনদের যেমন ধরাশায়ী করেন, অভিনয়ের জোরেও দর্শকদের কাঁদাতেও পারেন। রুপালি পর্দায় ধর্মেন্দ্রর জীবন যতটা রোমান্টিক এবং অ্যাকশনে ভরপুর, বাইরের ধর্মেন্দ্রর জীবনও ছিল সিনেমার মতোই আলোচিত। তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে হেমা মালিনীর সাথে তাঁর প্রেম এবং বিয়ে ছিল বলিউডের ইতিহাসে অন্যতম চর্চিত বিষয়। বিবাহিত হওয়া সত্ত্বেও হেমাকে বিয়ে করার জন্য তাঁর ধর্ম পরিবর্তন করার সিদ্ধান্ত সেই সময় ঝড় তুলেছিল। তাঁদের অনস্ক্রিন এবং অফস্ক্রিন রসায়ন ছিল কিংবদন্তী। Dharmendra Last Movie: বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং ফ্লোরে অভিনেতা, ধর্মেন্দ্রর শেষ ছবিতে কী ভাবে অমিতাভ যোগ? নব্বইয়ের দশকের শেষ দিক থেকে ধর্মেন্দ্র ধীরে ধীরে মূলধারার সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। নতুন প্রজন্মের অভিনেতাদের আগমনে এবং সিনেমার ঘরানা বদলে যাওয়ায় তাঁর ব্যস্ততা কমে যায়। তিনি রাজনীতিতেও স্বল্প সময়ের জন্য যোগ দিয়েছিলেন বটে তবে তা ছিল স্বল্প সময়ের জন্য। বর্তমানে, ধর্মেন্দ্র মুম্বাই থেকে দূরে তাঁর ফার্মহাউসে অনেকটা সময় কাটান। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে খামারবাড়ির ভিডিও শেয়ার করেন, যা তাঁর ভক্তদের কাছে বেশ প্রিয়। তবে পুরোপুরি আড়ালে তিনি যাননি। মাঝেমধ্যে বিশেষ চরিত্রে 'আপনে', 'যমলা পাগলা দিওয়ানা' সিরিজের মতো ছবি বা সম্প্রতি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-তে তাঁর সংক্ষিপ্ত অথচ মন ছুঁয়ে যাওয়া উপস্থিতি বুঝিয়ে দেয়, আজও তাঁর ক্যারিশমা অমলিন। পরিশেষে বলা যায়, শেষ বলেও যা শেষ হয় না তার নাম ধর্মেন্দ্র। যতই গুজব রোটুক তিনি বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছেন। দর্শকদের ভালোবাসা যে আছে তার সাথে আর সাথে আছে পুরো দেশ। কেবল একজন সফল অভিনেতাই নন, তিনি বলিউডের একটি অধ্যায়। ভারতীয় সিনেমার এক চিরন্তন 'হি-ম্যান'।

ইন্ডিয়ান এক্সপ্রেস 11 Nov 2025 3:55 pm

GPS লোকেশন চাঁদনি চক, বিস্ফোরণের পর নিখোঁজ রিকশা চালক দাদাকে খুঁজছে অসহায় বোন

৩৯ বছরের মহম্মদ জুম্মানের ফোন রয়েছে পরিষেবা সীমার বাইরে।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 3:52 pm

শেষ GPS লোকেশন বিস্ফোরণের স্থলেই! রিকশা চালক দাদাকে খুঁজছে ভাইবোনেরা

৩৯ বছরের মহম্মদ জুম্মানের ফোন রয়েছে পরিষেবা সীমার বাইরে।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 3:52 pm

Delhi Blast |ধরা পড়ার ভয়েই কি আত্মঘাতী হামলা? দিল্লি বিস্ফোরণের তদন্তের দায়িত্বে এনআইএ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের তদন্ত যত গভীর হচ্ছে, ততই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। সেই আবহেই ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের আরও ৩ চিকিৎসককে হেপাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা। তাঁদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে তদন্তকারী দল। উল্লেখ্য, দেশের শীর্ষ […] The post Delhi Blast | ধরা পড়ার ভয়েই কি আত্মঘাতী হামলা? দিল্লি বিস্ফোরণের তদন্তের দায়িত্বে এনআইএ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 3:49 pm

Delhi Blast |আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের আরও ৩ চিকিৎসক আটক! ধরা পড়ার ভয়েই কি আত্মঘাতী হামলা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের তদন্ত যত গভীর হচ্ছে, ততই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। সেই আবহেই আজ ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের আরও ৩ চিকিৎসককে হেপাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা। তাঁদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে তদন্তকারী দল। উল্লেখ্য, দেশের […] The post Delhi Blast | আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের আরও ৩ চিকিৎসক আটক! ধরা পড়ার ভয়েই কি আত্মঘাতী হামলা? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 3:49 pm

ঝড় তুলবে ‘প্রলয় ২’, শুটিং শুরু করেই আভাস দিলেন রাজ

প্রথম সিজনে সুন্দরবনের নারী পাচার চক্রের ঘটনাকেই তুলে ধরেছিলেন রাজ।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 3:49 pm

Pakistan blast:দিল্লিতে হামলার পরের দিনেই ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের ইসলামাবাদ, নিহত কমপক্ষে ১২

Car explosion Islamabad: দিল্লির লালকেল্লা চত্বরে ভয়াবহ বিস্ফোরণের পরের দিনেই এবার পাকিস্তানে বিস্ফোরণ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১১ এলাকায় অবস্থিত জেলা ও সেশনস কোর্টে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।ইসলামাবাদ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা পাকিস্তানের সংবাদ সংস্থা ডন-কে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি পুড়ে যাওয়া গাড়ির ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা এলাকায় ছড়িয়ে পড়েছে। গাড়িটি নিরাপত্তা বেড়ার পেছনে দাঁড় করানো ছিল। আরও পড়ুন- Delhi blast: ‘ষড়যন্ত্রকারীরা কিছুতেই বাঁচবে না’, দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ নিয়ে মুখ খুলেই চরম বার্তা মোদীর! সংবাদসংস্থা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের শব্দ চারপাশের ছয় কিলোমিটার দূর থেকে শোনা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তার কারণে এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তদন্তে এখনও স্পষ্ট হয়নি, বিস্ফোরণের কারণ কী এবং এটি কোনো ঘৃণ্য কার্যক্রমের অংশ ছিল কি না। ইসলামাবাদ পুলিশ এখন পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করেনি। আরও পড়ুন- Delhi Red Fort blast live updates:দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল! 'দোষীদের রেয়াত নয়', কড়া বার্তা রাজনাথ সিংয়ের ফরাসি সংবাদ সংস্থা এএফপি-কে স্থানীয় আইনজীবী রুস্তম মালিক জানিয়েছেন, “যখন আমি গাড়ি পার্ক করে কোর্টের কমপ্লেক্সে প্রবেশ করছিলাম… হঠাৎ গেটের দিকে একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনলাম।” আরও পড়ুন- Delhi blast: ‘ডক্টর জিহাদ’? নিখোঁজ চিকিৎসকই লালকেল্লা বিস্ফোরণের মূল হোতা? তদন্তে বড় সূত্র পেল পুলিশ মালিক ঘটনাস্থলকে “পূর্ণ বিশৃঙ্খলা” হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, কোর্ট প্রাঙ্গণে থাকা আইনজীবী এবং সাধারণ মানুষ ভবনের ভিতরে ছুটে গিয়েছিল। তিনি আরও বলেন, “আমি গেটের পাশে দুটি মৃতদেহ এবংSeveralটি গাড়ি জ্বলে উঠতে দেখেছি।”

ইন্ডিয়ান এক্সপ্রেস 11 Nov 2025 3:43 pm

Donald Trump |‘আবার আমাদের ভালোবাসবে…’, ভারতের সঙ্গে ‘ন্যায্য’ বানিজ্য চুক্তির ইঙ্গিত ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে ভারতের সঙ্গে বানিজ্য চুক্তি চূড়ান্ত করার পথে আমেরিকা (US)। তেমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুধু তাই নয়, বানিজ্য চুক্তি (Trade deal) হয়ে গেলে ভারতের উপর শুল্ক কমানোর আশ্বাসও দিয়েছেন তিনি। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। তাতেই যোগ […] The post Donald Trump | ‘আবার আমাদের ভালোবাসবে…’, ভারতের সঙ্গে ‘ন্যায্য’ বানিজ্য চুক্তির ইঙ্গিত ট্রাম্পের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 3:31 pm

Dharmendra Health Updates: ভক্তদের প্রার্থনা-ই কামাল করল? চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র..

Dharmendra Health Updates: সোমের দুপুর থেকেই খবর ছিল ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা একেবারেই ভাল নয়। তিনি নাকি ভেন্টিলেশনে ছিলেন। যদিও অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছিল যে তিনি স্থিতিশীল। এদিকে, গতকাল রাত থেকে আজ সকাল- এমন কিছু খবর শোনা যাচ্ছিল, অভিনেতা আর নেই। কিন্তু, তৎক্ষণাৎ রেগে আগুন হেমা মালিনী পোস্ট করে জানান, সংবাদ মাধ্যমে যা রটছে তা ভুয়ো। এভাবে কোনও জীবিত মানুষকে মেরে ফেলা যায় না। এখানেই শেষ না। ধর্মেন্দ্রকে দেখতে গতকাল হাসপাতালে গিয়েছিলেন সলমন থেকে শাহরুখ। এমনকি, গতকাল হাসপাতাল থেকে যখন গোবিন্দা গাড়ি নিয়ে বেরলেন, তখন তাঁর চোখ-মুখ দেখে বেশ ভারাক্রান্ত-ই মনে করছিলেন দর্শকরা। যদিও... আজ সকাল থেকে জানা যাচ্ছে তিনি ট্রিটমেন্টে সাড়া দিচ্ছেন। এবং আস্তে আস্তে রিকোভার করার চেষ্টা করছেন। অভিনেতাকে নিয়ে গতকাল এক ব্ল্যাংক পোস্ট করেন তাঁর অন্যতম পছন্দের অভিনেতা অমিতাভ। Dharmendra-Sholay: ধর্মেন্দ্রর গুলিতে অমিতাভের ওষ্ঠাগত প্রাণ, 'শোলে' ছবির শুটিং-এ ভয়ঙ্কর কাণ্ড ঘটান পর্দার বীরু এদিকে, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা জানার পর, তাঁর এক ফ্যান ক্লাবের তরফে যজ্ঞের আয়োজন করা হয়। এমনকি, তাঁর সুরক্ষার খাতিরে পুজো-অর্চনা করা হয়। দেশের মানুষ গতকাল থেকে যেন স্তব্ধ হয়েছিলেন তাঁর মৃত্যুর ভুয়ো খবরে। তবে, অনেকেই তাঁর স্বাস্থ্যের উন্নতির জন্য প্রার্থনা করেছেন। এবং, তারকাদের অনেকেই তাঁর হাল-হকিকত জিজ্ঞেস করতে গিয়েছেন। Dharmendra First Love: হেমা মালিনী বা মীনা কুমারী না, ধর্মেন্দ্রর প্রথম প্রেম কে? প্রায় ২ বার তাকে নিয়ে ভুয়ো খবর রটে যাওয়ায় মানসিকভাবে ভেঙ্গেও পড়েছিলেন তাঁর ভক্তরা। তবে, এখন আশার খবর যে তিনি সাড়া দিচ্ছেন। এবং তাঁর পরিবারের অনেকেই তাঁর সযঙ্গে রয়েছেন। যদিও বা হাসপাতাল এলাকায় সিকিওরিটি বেশ জোরাল, তাও ভক্তরা মাঝে মধ্যেই সেখানে ভিড় জমাচ্ছেন। এবং, একথা বলতেই হয় দেশের মানুষের প্রার্থনায় তিনি আস্তে আস্তে সুস্থ হচ্ছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 11 Nov 2025 3:27 pm

DHR |ডিএইচআর-এর হাতে আরও দুটি নতুন ডিজেল ইঞ্জিন

রাহুল মজুমদার, শিলিগুড়ি : বেশ কয়েকদিন ধরেই পাহাড়ে জয়রাইড এবং নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা নিয়ে একাধিক সমস্যা সামনে এসেছে। এরইমধ্যে মাঝপথে বেশ কয়েকবার ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যা নিয়ে পর্যটকদের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছে। তবে এবার সেই সমস্যা মিটতে চলেছে বলে মনে করা হচ্ছে। কেননা দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে (ডিএইচআর) ইতিমধ্যেই দুটি নতুন ডিজেল […] The post DHR | ডিএইচআর-এর হাতে আরও দুটি নতুন ডিজেল ইঞ্জিন appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 3:22 pm

বাস্তুশাস্ত্র মেনে এভাবে সাজান ডাইনিং রুম, দূরে থাকবে অশান্তি, হাতেনাতে পাবেন সুফল!

একসঙ্গে খাওয়াদাওয়ার ফলে পারিবারিক সম্পর্কের বাঁধন আরও শক্তপোক্ত হয়।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 3:18 pm

Darjeeling Ropeway |দার্জিলিং-বিজনবাড়ি রোপওয়ে নিয়ে রিপোর্ট তলব

শিলিগুড়ি : দার্জিলিং ও বিজনবাড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণে এবং পর্যটন মানচিত্রে দুই জায়গাকে জুড়তে রোপওয়ে চালুর প্রস্তাব দিয়েছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। জাতীয় পর্বতমালা স্কিমের আওতায় এই প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রককে। রাজুর আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকারের কাছে প্রকল্পের ফিজিবিলিটি রিপোর্ট চাইল কেন্দ্র। কী থাকবে সেই রিপোর্টে? ওই এলাকায় রোপওয়ে তৈরি কতটা […] The post Darjeeling Ropeway | দার্জিলিং-বিজনবাড়ি রোপওয়ে নিয়ে রিপোর্ট তলব appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 3:17 pm

Delhi blast: ‘ষড়যন্ত্রকারীরা কিছুতেই বাঁচবে না’, দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ নিয়ে মুখ খুলেই চরম বার্তা মোদীর!

Red Fort explosion: দিল্লিতে সোমবার রাতের রেড ফোর্টের কাছে বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হওয়ার পর মঙ্গলবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি প্রথমবারের মতো মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “ষড়যন্ত্রকারীরা বাঁচবে না” এবং “দায়িত্বপ্রাপ্ত সবাইকে বিচার নিশ্চিত করা হবে।” মোদী ভুটানে দুই দিনের সফরে রয়েছেন। দিল্লি বিস্ফোরণের পর দেশে নিরাপত্তা পরিস্থিতি কঠোর করা হয়েছে। ভুটানের রাজধানী থিম্পুতে তিনি বলেন, “আমার এখানে আসা এবং অংশ নেওয়ার প্রতিশ্রুতি ছিল, কিন্তু আমি ভারাক্রান্ত হৃদয়ে এখানে এসেছি। গতকাল সন্ধ্যায় দিল্লিতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার কারণে সবাই ক্ষতিগ্রস্ত। আমি ভুক্তভোগী পরিবারের যন্ত্রণাকে বোঝাতে পারি। আজ পুরো দেশ তাদের পাশে আছে।” আরও পড়ুন- Delhi Red Fort blast live updates:দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল! 'দোষীদের রেয়াত নয়', কড়া বার্তা রাজনাথ সিংয়ের তিনি আরও বলেন, “গত রাত জুড়ে আমি সমস্ত তদন্ত সংস্থা এবং গুরুত্বপূর্ণ পক্ষের সঙ্গে যোগাযোগে ছিলাম। তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা হচ্ছিল। আমাদের সংস্থাগুলি এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য খুঁজে বের করবে।” মোদিকে ভুটানের পারো বিমানবন্দরে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী চেরিং টবগাই। টবগাই এক্স (X)-এ লিখেছেন, “আমি সমগ্র জাতির হয়ে আমার বড় ভাই প্রধানমন্ত্রী @narendramodi কে ভুটানে স্বাগত জানাচ্ছি।” সফরের সময় মোদি ভুটান রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী টবগাইয়ের সঙ্গে বৈঠক করবেন। তিনি এবং রাজা ওয়াংচুক যৌথভাবে ভারত-ভুটান যৌথভাবে নির্মিত ১০২০ মেগাওয়াট পুনাটসাংচু-২ জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন। মোদি ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুকের সঙ্গেও দেখা করবেন। সফর শুরু হওয়ার আগে মোদি বলেন, “আমার বিশ্বাস এই সফর আমাদের বন্ধুত্বের বন্ধন আরও গভীর করবে এবং যৌথ উন্নয়ন ও সমৃদ্ধির প্রচেষ্টা শক্তিশালী করবে। চতুর্থ রাজা হিজ ম্যাজেস্টির ৭০তম জন্মবার্ষিকী উদযাপনে ভুটানের মানুষের সঙ্গে অংশ নেওয়া আমার জন্য সম্মানের বিষয়।” মোদি আরও বলেছেন, “ভারত ও ভুটানের সম্পর্ক উদাহরণযোগ্য, যা গভীর বিশ্বাস, বোঝাপড়া ও সৌজন্যের ওপর প্রতিষ্ঠিত। আমাদের অংশীদারিত্ব প্রতিবেশী নীতি (Neighbourhood First Policy)-এর একটি মূল স্তম্ভ এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আদর্শ মডেল।” এক্সে মোদী লিখেছেন, সফরটি “দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উদ্দীপনা দেবে।” পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) জানিয়েছে, “এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব এবং সহযোগিতার বিশেষ সম্পর্ক আরও দৃঢ় করা হবে।”মোদি সফরকালে ভারতের থেকে পাঠানো পবিত্র বুদ্ধ স্মৃতির পিপরাহওয়া প্রত্নসম্পদের প্রদর্শনীতেও অংশ নেবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 11 Nov 2025 3:16 pm

Sourav Ganguly on Mohammed Shami: শামির সঙ্গে 'অন্যায়' হচ্ছে, নির্বাচকদের বিরুদ্ধে তোপ সৌরভের?

Sourav Ganguly: বিগত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। অজিত আগরকরের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ইতিমধ্যে বেশ কয়েকটি সিরিজে সামির থেকে মুখ ফিরিয়েছে। ২০২৫-২৬ রনজি মরশুমে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছেন মহম্মদ শামি। বলতে বাধা নেই, দুর্দান্ত পারফরম্য়াান্স করছেন তিনি। আগামী ১৪ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই সিরিজেও শামিকে সুযোগ দেওয়া হয়নি। এবার শামির সমর্থনে ময়দানে নামলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। Sourav Ganguly on Richa Ghosh: রিচার প্রশংসা করতে গিয়ে বিপাকে সৌরভ! ভুল বুঝছেন সকলে? পাশে দাঁড়ালেন 'দাদা' টিম ইন্ডিয়ার পেস তারকা মহম্মদ শামির পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বললেন, নির্বাচকদের উপর আমার বিশ্বাস রয়েছে। ওঁরা সবটাই দেখছেন। মহম্মদ শামি এবং নির্বাচকদের মধ্যে কথাবার্তাও চলছে। তবে যদি শামির ফিটনেস এবং দক্ষতার সম্পর্কে আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলব যে ও ঠিক আগের মতোই আছে। ফলে টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট ম্য়াচ, ওয়ানডে ক্রিকেট এবং টি-২০ ক্রিকেটে শামির না খেলার কোনও কারণ তো আমি দেখছি না। ওর মধ্যে এখনও যথেষ্ট প্রতিভা রয়েছে। Mamata Banerjee Praises Sourav Ganguly: 'বাংলাকে অনেক কিছু দিয়েছে সৌরভ', ভূয়সী প্রশংসা মমতার মুখে শামির দুর্দান্ত পারফরম্য়ান্স সম্প্রতি ২০২৫-২৬ রনজি ট্রফিতে মহম্মদ শামি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। এখনও পর্যন্ত ৩ ম্য়াচে তিনি মোট ১৫ উইকেট শিকার করেছেন। এরমধ্যে একবার একটি ইনিংসে ৫ উইকেটও শিকার করেছিলেন। ইতিমধ্যে শামি মোট ৯১ ওভার বল করেছেন। আপাতত তিনি একেবারে ফিট রয়েছেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন শামি। সেকারণে প্রায় ১৪ মাস ক্রিকেটের বাইরে ছিলেন। এরপর টিম ইন্ডিয়ার হয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিনিধিত্ব করেন। Sourav Ganguly Felicitates Richa Ghosh: 'সানার থেকেও ছোট...', রিচাকে নিয়ে কেন একথা বললেন সৌরভ? যদিও এরপর থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে আর মহম্মদ শামিকে দেখতে পাওয়া যায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্য়াচের টেস্ট সিরিজেও টিম ইন্ডিয়ার স্কোয়াডে তাঁকে রাখা হয়নি। এরপর আশা করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে হয়ত তাঁকে দেখা যাবে। কিন্তু, সেটাও হল না। এই পরিস্থিতিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজে তাঁকে দেখতে পাওয়া যায় কি না, সেদিকেই আপাতত নজর থাকবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 11 Nov 2025 3:12 pm

বসিরহাটের বাসিন্দার এনুমারেশন ফর্ম গেল রানাঘাটে! কমিশনের ‘ভুলে’মাথায় হাত ৫৫’র মহিলার

কোথায় গেলে মিলবে সুরাহা? আতঙ্কে স্বপ্না সরকার।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 3:12 pm

Pakistan Blast |ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণ, মৃত অন্তত ১২, জখম একাধিক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির পর এবার পাকিস্তানের ইসলামাবাদ (Islamabad)। মঙ্গলবার পাকিস্তানের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণে (Pakistan Blast) মৃত্যু হল অন্তত ১২ জনের। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে একটি গাড়িতে ঘটেছে এই জোরালো বিস্ফোরণ। ঘটনায় জখম একাধিক। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়িতে সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা […] The post Pakistan Blast | ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণ, মৃত অন্তত ১২, জখম একাধিক appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 3:12 pm

Mutton Chapli Kabab |বাড়িতেই হয়ে যাক রেস্তরাঁর স্বাদ, বানিয়ে নিন মাটন চাপলি কাবাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্ধ্যের জলখাবারে বা আড্ডার আসরে যদি মুখরোচক কাবাব থাকে, তাহলে আর কিছু চাই না। কিন্তু রোজ রোজ রেস্তরাঁ থেকে পয়সা দিয়ে খাবার আনানো সম্ভব নয়। তাই এবার ঘরেই বানিয়ে নিন সুস্বাদু মাটন চাপলি কাবাব(Mutton Chapli Kabab)—যার স্বাদ ছোট থেকে বড়, সবাই উপভোগ করতে পারবেন। জেনে নিন রেসিপি। উপকরণ মাটন কিমা ৪০০ […] The post Mutton Chapli Kabab | বাড়িতেই হয়ে যাক রেস্তরাঁর স্বাদ, বানিয়ে নিন মাটন চাপলি কাবাব appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 3:10 pm

Jeetendra Health Update: জারিন খানের শোকসভায় ঢুকতেই ধরাশায়ী জিতেন্দ্র, কেমন আছেন অভিনেতা?

Jeetendra-Tusshar Kapoor: ১০ নভেম্বর মুম্বইয়ে হৃত্বিকের প্রাক্তন শাশুড়ি অর্থাৎ সুজান খানের মা জারিন খানের শোকসভায় এসেছিলেন প্রবীন অভিনেতা জিতেন্দ্র। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময়ই ঘটে বিপত্তি। ভারসাম্য হারিয়ে আচমকা মাটিতে পড়ে যান। নিজেকে সামলে নিয়ে উঠে পড়েন এবং উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন যে তিনি সম্পূর্ণ ঠিক আছেন। সেই মুহূর্ত সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দি হতেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জিতেন্দ্রর শারীরিক পরিস্থিতি জানতে উদগ্রীব ভক্তরা। জিতেন্দ্র পুত্র তুষার কাপুরও নিশ্চিত করেছেন তাঁর বাবা কোনও গুরুতর চোট পাননি। View this post on Instagram A post shared by Tusshar Kapoor (@tusshark89) আরও পড়ুন ৮২-তে ফের মালাবদল জিতেন্দ্রর, ভিডিও শেয়ার করলেন একতা কাপুর জিতেন্দ্র নিজে উঠে দাঁড়িয়ে ফটোগ্রাফারদের সঙ্গে কথাও বলেন। যা দেখে বোঝা যায় তিনি সুস্থ আছেনন। তুষার কাপুর বম্বে টাইমসকে বলেন, 'বাবা একদম ঠিক আছেন। সামান্য একটা পড়ে গিয়েছেন। এটা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।' এই বক্তব্যে ভক্ত এবং উপস্থিত সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। প্রত্যেকে নিশ্চিত হন যে প্রবীণ এই অভিনেতার কোনও গুরুতর আঘাত লাগেনি। আরও পড়ুন 'ধর্মেন্দ্রর মতো আইকনকে নিয়ে দয়া করে...', মৃত্যুর গুজব রটতেই কী পদক্ষেপ IFTDA-এর? অভিনেতা-পরিচালক সঞ্জয় খানের স্ত্রী জারিন খান দীর্ঘ অসুস্থতার পর ৭ নভেম্বর ৮১ বছর বয়সে মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিনই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। যেখানে তাঁর ছেলে জায়েদ খান হিন্দু রীতিনীতি অনুসারে শেষকৃত্য সম্পন্ন করেন। ১০ নভেম্বরের প্রার্থনা সভায় বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আরও পড়ুন হেমা মালিনী বা মীনা কুমারী না, ধর্মেন্দ্রর প্রথম প্রেম কে? ডিম্পল কপাডিয়া, রানি মুখোপাধ্যায়, ফারদিন খান, হৃতিক রোশন, সাবা আজাদ, সেলিম খান, জ্যাকি শ্রফ ও মালাইকা অরোরার মতো বহু তারকা প্রার্থনা সভায় অংশ নেন। মৃত্যুকালে জারিন রেখে গেলেন তাঁর স্বামী সঞ্জয় খান ও চার সন্তান সুজান খান, সিমোন আরোরা, ফারাহ আলি খান ও জায়েদ খানকে। প্রার্থনা সভায় তাঁদের সঙ্গে ছিলেন পরিবারের বন্ধুবান্ধব ও চলচ্চিত্র জগতের সহকর্মী যাঁরা খান পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ইন্ডিয়ান এক্সপ্রেস 11 Nov 2025 3:03 pm

Partha Chatterjee: গরাদের বাইরে, তিন বছর তিন মাস পর বাড়ির পথে জামিনে মুক্ত পার্থ

Partha Chatterjee: ২০২২ সালে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে গ্রেফতার হন পার্থ। ইডি-র পর গ্রেফতার করে সিবিআই-ও। সিবিআইয়ের যুক্তি ছিল দুর্নীতির ‘মূল মাথাই’ ছিল এই ‘প্রভাবশালী’ পার্থ। সুপ্রিম কোর্টের নির্দেশে ইডি-র মামলায় আগেই জামিন পেয়ে যান পার্থ।

টিভি 9 বাংলা 11 Nov 2025 2:59 pm

Dharmendra Health Update: কতটা সঙ্কটজনক ধর্মেন্দ্র? বেলা গড়াতেই খবর দিলেন সানি

Sunny deol's on Dharmendra: হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন হেমা মালিনীও। এমনকী, রাতের বেলা বলিউডের বর্ষীয়ান অভিনেতাকে দেখতে ব্রিচ ক্যান্ডিতে গিয়েছিলেন শাহরুখ খান, সলমন খান, আমিশা প্য়াটেল, গোবিন্দার মতো বলিউড অভিনেতারা। তবে মঙ্গলবার সকাল হতেই রটে যায় ধর্মেন্দ্র প্রয়াত।

টিভি 9 বাংলা 11 Nov 2025 2:56 pm

‘কেকেআর ছাড়া সবাই টার্ন পায়’, ইডেনে প্রথম দিন থেকেই ঘূর্ণির আশ্বাস কিউরেটরের

'ভারত যা চায়, সেটা ইডেনের পিচে থাকবে', বলছেন সুজন মুখোপাধ্যায়।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 2:55 pm

Partha Chatterjee |জেলমুক্ত হতেই কান্নায় ভেঙে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, চোখের জল মুছে রওনা দিলেন বাড়ির পথে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে বাড়ির পথে পা বাড়ালেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ ৩ বছর ৩ মাস পর মুক্তির স্বাদ পেলেন পার্থ। সোমবার বিকেলে সিবিআই বিশেষ আদালতের তরফে জানা গিয়েছিল মঙ্গলবার জেলমুক্ত হবেন বেহাল পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক। সেই মতো এদিন দুপুরে হাসপাতালের বাইরে বেরোতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশাপাশি দীর্ঘদিন পর […] The post Partha Chatterjee | জেলমুক্ত হতেই কান্নায় ভেঙে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, চোখের জল মুছে রওনা দিলেন বাড়ির পথে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 2:53 pm

North bengal |উত্তরের অন্ধকার জগতের বেতাজ বাদশা

শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি :রাত বাড়লেই যে রিসর্ট হয়ে উঠত আরও জাঁকজমকপূর্ণ, যেখানে গাড়ির লাইন পড়ে যেত, সোমবার পুণ্ডিবাড়ির সেই রিসর্টে আলোই জ্বলল না। কালো কারবারের কমান্ড সেন্টারে তালা লাগিয়ে কোথায় গেল কুশীলবরা? একের পর এক ফোন করলেও সেন্টারের অন্যতম কমান্ডার তৃণমূল নেতা বা তাদের ভাইদের মোবাইল বন্ধই পাওয়া গেল। আর বন্ধ হবে নাই বা কেন, […] The post North bengal | উত্তরের অন্ধকার জগতের বেতাজ বাদশা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 2:45 pm

সামনেই বিয়েবাড়ির মরশুম, পোশাক বাছাইয়ে এই ভুলগুলি করলেই সাজ মাটি

পোশাক বাছাইয়ের ক্ষেত্রে এই কথাগুলি মনে না রাখলেই নয়।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 2:39 pm

Health Warning: চা বা কফি না খেলে প্রাতঃকৃত্যে অসুবিধা হয়? বিরাট সাবধানবাণী চিকিৎসকের

Health Warning: সকালে ঘুম থেকে উঠে চা বা কফি না খেলে অনেকেরই প্রাতঃকৃত্য ভালো হয় না। যেটুকু হয়, তাতে যেন মন ভরে না। মনে একটা খচখচ ভাব থেকে যায়। এটা অনেকে নিজের অভ্যাস বানানোর আগে বাড়ির বড়দেরকেও করতে দেখেছেন। কিন্তু, তাতে আপনার শরীরের মধ্যে কী হচ্ছে সেটা কি জানেন? না-জানলে এখানে জেনে নিন। চিকিৎসকরা যা জানিয়েছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. সুশীল শর্মা জানিয়েছেন, এই অভ্যাসটি আমাদের হজমক্রিয়ার জন্য মোটেও ভালো নয়। তিনি বলেন, 'চা-কফিতে থাকা ক্যাফেইন কোলনকে উদ্দীপিত করে, ফলে সময়ের সঙ্গে শরীর তার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এতে স্বাভাবিকভাবে টয়লেটে যাওয়ার ক্ষমতা কমে যায়।' আরও পড়ুন- লিভারের সমস্যায় অভিনেতার মৃত্যু, কী করে ঠিক রাখবেন আপনার লিভার! ডা. আদিত্য ভি. নারাগুন্দের মতে, খালি পেটে কফি খেলে গ্যাসট্রিক অ্যাসিড বাড়ে। এতে পেটে অস্বস্তি, অ্যাসিডিটি, বমিভাব, পেট ব্যথা ধীরে বড় আকার নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাঁদের গ্যাস্ট্রাইটিস, অ্যাসিড রিফ্লাক্স বা আইবিএস (IBS) আছে, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও বাড়তে পারে বলেই তিনি জানিয়েছেন। আরও পড়ুন- রবীন্দ্রসংগীতের স্বরমাধুর্যে ৯০ বছর, স্মরণে শিল্পী অর্ঘ্য সেন খালি পেটে ক্যাফেইন খেলে শরীরে গ্যাসট্রিন হরমোনের নিঃসরণ বা ক্ষরণ বেড়ে যায়। যা পাকস্থলিতে অম্বলের ভাব বাড়ায়। এতে দীর্ঘমেয়াদে শরীরে হজম করানোর যে যন্ত্রগুলো আছে, অর্থাৎ খাদ্যনালী, পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র (কোলন) এবং মলদ্বারে জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়। এককথায় গোটা পরিপাকক্রিয়ার ক্ষতি হয়। তাতে জ্বালাপোড়া ভাব বাড়ে। সেগুলো ফুলে যায়। তার যে স্বাভাবিক গতি, সেটা ক্ষতিগ্রস্ত হয়। আরও পড়ুন- কলকাতার রহস্যময় ‘ঘোমটা কালী’ মন্দির, ভক্তদের কাছে ছোট ভবতারিণী View this post on Instagram ডা. শর্মা ও ডা. নারাগুন্দের মতে, সকালে ঘুম থেকে উঠে যা করা উচিত, তা হল- গরম জল বা লেবু জল খাওয়া। এতে হজমের রস সক্রিয় করে ও শরীরের জলাভাব দূর হয়। হালকা কিছু যেমন, ফল বা এক চামচ দই খেতে পারেন। নিয়মিত ঘুম এবং খাবারের সময় বজায় রাখুন। রাতের খাবার দেরি করে খাবেন না। এতে গ্যাস এবং বমিভাব কমবে। আরও পড়ুন- শুধু শৈবপীঠই নয়, সতীপীঠও বক্রেশ্বর, দুর্গাপুজোয় থাকে এই বিশেষ আয়োজন চিকিৎসকরা জানিয়েছেন, কফির ওপর নির্ভরতা হজমশক্তিকে দুর্বল করে দেয়। প্রতিদিন সকালে কফি না খেলে টয়লেটে যেতে না পারা আসলে শরীরের স্বাভাবিক ছন্দকে নষ্ট করে দেওয়া। এমনটাই জানিয়েছেন ডা. শর্মা। তিনি জানিয়েছেন, হজমশক্তি ঠিক রাখা গেলে শরীর ভালো থাকে। আর, ভবিষ্যতে আলসার থেকে ক্যানসারের মত ভয়ংকর রোগ হওয়ার সম্ভাবনাও কমে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 11 Nov 2025 2:36 pm

অনুমতি ছাড়া সুচিত্রাকে স্পর্শ! ধর্মেন্দ্রর ওপর মেজাজ হারান মহানায়িকা

১৯৬৬ সালে মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন মুম্বইয়ের সুদর্শন-প্রতিভাবান অভিনেতা ধর্মেন্দ্র। সেই ছবির নাম ‘মমতা’। বাঙালি পরিচালক অসিত সেনের নির্দেশনায় তৈরি ছবি। বাংলা ছবি ‘উত্তর ফাল্গুনী’র হিন্দি রিমেক ছিল ‘মমতা’। সেই সময় বাংলার ব্লকবাস্টার ছবির হিন্দি রিমেক হতো খুবই।

টিভি 9 বাংলা 11 Nov 2025 2:34 pm

সাড়ে তিন বছর পর জেলমুক্তি! হাসপাতাল থেকে বাড়ির পথে পার্থ

সোমেই জামিনে মুক্তির শর্তপূরণ হয়েছে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 2:32 pm

PM Modi: দোষীদের কাউকে রেহাত করা হবে না: নরেন্দ্র মোদী

PM Modi: মোদী বলেন, “সোমবার সন্ধ্যায় দিল্লির বুকে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা সকলের মনকে ভারাক্রান্ত করে তুলেছে। আমি স্বজনহারা পরিবারদের দুঃখ বুঝি। আজকে গোটা দেশ ওনাদের পাশে দাঁড়িয়ে আছে। গতকাল সারা রাত এই ঘটনার তদন্তে থাকা সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখেছিলাম।”

টিভি 9 বাংলা 11 Nov 2025 2:32 pm

Lalbazar: দিল্লি বিস্ফোরণে সতর্ক লালবাজার, বৈঠকে উঠে এল একাধিক নির্দেশ

Lalbazar: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি। ঘটনায় নাশকতার সম্ভাবনা ক্রমশ জোরালো হতে শুরু করেছে। দিল্লি জুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। আপাতত তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে লালকেল্লাও। এই বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনার যোগসূত্র খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা।

টিভি 9 বাংলা 11 Nov 2025 2:31 pm

মঞ্চে নাম না নেওয়ায় কক্ষত্যাগ সাংসদের, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিতর্ক

উপস্থিত ছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 2:26 pm

ব্যবহার করে সর্বস্বান্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ, আপনার Password এমন নয় তো?

Password Hacking: পাসওয়ার্ড যত কঠিন হবে, ততই শক্ত হবে আপনার নিরাপত্তা। আর সহজ পাসওয়ার্ড মানে জালিয়াতদের ডেকে নিয়ে আসা। পাসওয়ার্ড কঠিন থেকে কঠিনতর বানাতে আজকাল ব্যবহার করা হয় আলফা নিউমেরিক পাসওয়ার্ড।

টিভি 9 বাংলা 11 Nov 2025 2:25 pm

কল্পনার ‘তাজ’

তাজমহল নির্মাণের আসল ইতিহাসটাই বা কী?

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 2:24 pm

Dharmendra Death Rumour: 'ধর্মেন্দ্রর মতো আইকনকে নিয়ে দয়া করে...', মৃত্যুর গুজব রটতেই কী পদক্ষেপ IFTDA-এর?

Dharmendra-IFTDA: কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর অবস্থা অত্যন্ত সংকটজনক এবং ভেন্টিলেটরে রাখা হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই এই খবরে একেবারে তোলপাড়। তবে ধর্মেন্দ্রর অবস্থা মোটেই সংকটজনক নয় বলে দাবি করেছে পরিবার। পর্দার বীরুর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই রেগে কাঁই স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এষা দেওল। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। মৃত্যুর গুজব উড়িয়ে জানিয়েছেন ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল। সানি দেওলের টিমের তরফেও জানানো হয়েছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র। তাঁর মতো একজন প্রবাদপ্রতীম অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর না ছড়ানোর আর্জি ইন্ডিয়ান অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে অনুরোধ করেছে IFTDA। ওই বিজ্ঞপ্তির সারমর্ম, ধর্মেন্দ্রর মতো একজন লেজেন্ডাকরি অভিনেতাকে নিয়ে এহেন গুজব কখনই কাম্য নয়। এই ধরনের খবর পরিবারের জন্য অত্যন্ত হৃদয়বিদারক, ভক্তরাও শোকে পাথর হয়ে যাবে। ধর্মেন্দ্র তো শুধু একজন অভিনেতা নয় তিনি প্রতিটি মানুষের কাছে একটা আবেগ। ধর্মেন্দ্রর মতো আইকনকে নিয়ে গুজব তাঁর প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করা হয়। তাই সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া ইউজারদের কাছে IFTDA-এর করজোড়ে অনুরোধ কোনওরকম ভুল খবর যেন না ছড়ানো হয়। সকলে ধর্মেন্দ্রর আরোগ্য কামনার জন্য প্রার্থনার অনুরোধ করা হয়েছে। আরও পড়ুন ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে তুমুল চর্চা, বীরুর খবর শুনে মধ্যরাতে এ কী করলেন 'জয়' অমিতাভ? আগামী ডিসেম্বরেই ৯০-এ পা দেবেন ধর্মেন্দ্র। তার আগে প্রত্যেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। বয়সের কাছে হার মানতে নারাজ ছিলেন ধর্মেন্দ্র। অসুস্থতার আগেও শুটিং ফ্লোরে দাপিয়ে এসেছেন শোলের বীরু। অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্য নন্দার সঙ্গে ইক্কিস ছবিতে দেখা যাবে পর্দার বীরুকে। এই বছরের ডিসেম্বরেই বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। আরও পড়ুন 'হৃদয়ের দূরত্ব বাড়ছে...', মুক্তি চাইছেন ধর্মেন্দ্র! বর্ষীয়ান অভিনেতার পোস্টে কোন রহস্য? অমিতাভ প্রত্যক্ষভাবে এই ছবিতে কাজ না করলেও পরোক্ষভাবে নাতির সৌজন্যে যুক্ত রয়েছেন সে কথা বলাইবাহুল্য।সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ইক্কিসে অগস্ত্য নন্দা ও অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়ার প্রথম বড়পর্দায় কাজ। ছবিতে আগস্ত্যকে দেখা যাবে অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর প্রেমিকার ভূমিকায় রয়েছেন সিমর। প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র অরুণের দাদু। ইক্কিস ছাড়াও ধর্মেন্দ্র কাজ করছেন 'ম্যায়নে পেয়ার কিয়া ফির সে' ছবিতে। আরও পড়ুন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং ফ্লোরে অভিনেতা, ধর্মেন্দ্রর শেষ ছবিতে কী ভাবে অমিতাভ যোগ?

ইন্ডিয়ান এক্সপ্রেস 11 Nov 2025 2:21 pm

Dharmendra-Sholay: ধর্মেন্দ্রর গুলিতে অমিতাভের ওষ্ঠাগত প্রাণ, 'শোলে' ছবির শুটিং-এ ভয়ঙ্কর কাণ্ড ঘটান পর্দার বীরু

Dharmendra-Sholay: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, যিনি 'শোলে' ছবিতে বীরুর চরিত্রে অভিনয় করে ভারতীয় সিনেমার ইতিহাসে নিজেকে অমর করে তুলেছিলেন, বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন। ৮৯ বছর বয়সী এই অভিনেতা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। তাঁর পরিবার এবং হাসপাতাল সূত্রে খবর, ধর্মেন্দ্র বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন। তবে খুব কম মানুষই জানেন, ‘শোলে’র শুটিং চলাকালীন এক সময় ধর্মেন্দ্রর জীবনে ঘটে গিয়েছিল এক অবিশ্বাস্য ঘটনা। জানা যায়, প্রথমে তাঁকে ছবির নির্মাতারা গব্বর সিং অথবা ঠাকুর বলদেব সিং-এর চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি বীরুর চরিত্রে অভিনয় করেন। যে চরিত্রটি পরবর্তীকালে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে ওঠে। Dharemndra Health Update: হাসপাতালে সানি-ববি, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে এল বিরাট আপডেট.. ছবির পরিচালক রমেশ সিপ্পি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ধর্মেন্দ্র যদি অন্য কোনো চরিত্রও করতেন, তিনি তা নিঃসন্দেহে অসাধারণভাবে ফুটিয়ে তুলতেন। কিন্তু এখন যদি কেউ প্রশ্ন করে, গব্বর চরিত্রে অন্য কাউকে ভাবা যায় কি না, উত্তর হবে- না। কারণ আমজাদ খান সেই চরিত্রের সঙ্গে এতটাই মিশে গিয়েছিলেন যে তাঁকে ছাড়া আর কাউকে গব্বর হিসেবে কল্পনা করা যায় না।” অন্যদিকে, অমিতাভ বচ্চন এক পুরোনো সাক্ষাৎকারে এক চাঞ্চল্যকর ঘটনার কথা উল্লেখ করেছিলেন। তিনি জানান, শুটিং চলাকালীন ধরমজি বারবার গুলি ভরার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। হঠাৎ বিরক্ত হয়ে তিনি বন্দুক চালিয়ে ফেলেন! এবং সেটা ছিল আসল গুলি!” বচ্চনের কথায়, “আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছিলাম, আর গুলিটি আমার কানের পাশ দিয়ে ‘হুহু’ শব্দে উড়ে গেল। সেদিন আমার মনে হয়েছিল ,আমি সত্যিই বেঁচে গিয়েছিলাম।” Dharmendra Last Movie: বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং ফ্লোরে অভিনেতা, ধর্মেন্দ্রর শেষ ছবিতে কী ভাবে অমিতাভ যোগ? ‘শোলে’ ছবিতে ধর্মেন্দ্র ও বচ্চনের পাশাপাশি ছিলেন জয়া বচ্চন, হেমা মালিনী, সঞ্জীব কুমার এবং আমজাদ খান। রমেশ সিপ্পি পরিচালিত এবং সেলিম-জাভেদ রচিত এই চলচ্চিত্রটি ২০২৫ সালে উদযাপন করছে তার ৫০ তম বর্ষপূর্তি। ছবির সংলাপ, চরিত্র এবং স্মরণীয় দৃশ্য আজও দর্শকের মনে অমলিন। এদিকে, বর্তমানে হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র। পাশে রয়েছেন স্ত্রী হেমা মালিনী ও কন্যা এশা দেওল। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং সকলকে অনুরোধ করা হয়েছে অভিনেতার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে। হাসপাতালের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে, কারণ ভক্তদের ভিড় ক্রমেই বেড়ে চলেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 11 Nov 2025 2:20 pm

নিঠারি হত্যাকাণ্ডের শেষ মামলাতেও বেকসুর খালাস, জেলমুক্তির পথে সুরিন্দর কোলি

প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই মামলার অভিযুক্তকে বেকসুর খালাস করে।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 2:13 pm

অক্সিজেনের মাত্রা নেমে গিয়েছিল ৫০-এ! চোট সারিয়ে কবে বাইশ গজে প্রত্যাবর্তন শ্রেয়সের?

সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 2:11 pm

Dinhata |ফাঁকা জমিতে পড়ে আছে দেহ, পাশে জখম স্ত্রী! ওকড়াবাড়িতে দানা বাঁধছে রহস্য

দিনহাটা: সকাল সকাল ফাঁকা জমিতে একটি দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে ওকড়াবাড়ি ছোটো ফলিমারি এলাকায়। এদিন প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে এলাকার মানুষ ফাঁকা জমিতে একটি বাইক পড়ে থাকতে দেখেন। এরপরেই তাঁরা সন্দেহের বশে আর একটু এগিয়ে যেতেই তাঁদের চোখ কপালে ওঠে। কারণ তাঁদের চোখের সামনে তখন মাটিতে পড়ে রয়েছে এক ব্যক্তির দেহ, আর তাঁর […] The post Dinhata | ফাঁকা জমিতে পড়ে আছে দেহ, পাশে জখম স্ত্রী! ওকড়াবাড়িতে দানা বাঁধছে রহস্য appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 11 Nov 2025 2:10 pm

Dharmendra: মুম্বইয়ে থাকতেন ছোট্ট গ্যারাজে, আয় ছিল ২০০ টাকা! ধর্মেন্দ্রর প্রথম জীবনের গল্প জানলে চোখে জল আসবে

Dharmendra's Life story: স্টুডিও পাড়ায় নিজের ছবির হাতে নিত্য তাঁর যাওয়া-আসা। কিন্তু মুম্বইয়ে থাকতে হবে তো, খেতে হবে তো দুবেলা! এক বন্ধুর যোগাযোগে মুম্বইয়ের গ্যারাজে কাজ পেয়েছিলেন ধর্মেন্দ্র। মাস গেলে পারিশ্রমিক মিলত ২০০ টাকা। কাজ করতেন যে গ্যারাজে, সেখানেই এককোণায় শুয়ে পড়তেন।

টিভি 9 বাংলা 11 Nov 2025 2:08 pm

Asansol: পুকুর বুজেছে ময়লায়, জোর রাজনৈতিক চর্চা

Asansol: আসানসোল পুরসভার কুলটি বিধানসভার ৫৯ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের নিয়ামতপুর সীতারামপুর স্টেশন রোডের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংলগ্ন একটি পুকুর বোজানোর চেষ্টা চলছে। কুমারডিহা মৌজার , ২৭২ দাগ নম্বরে ওই পুকুরটি অনেক পুরানো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে উপেক্ষা করে ব্যবসায়ীদের একাংশ এই কাজ করছে বলে অভিযোগ।

টিভি 9 বাংলা 11 Nov 2025 2:07 pm

ইডেনে ঘূর্ণি পিচের দাবি জানায়নি ভারত, জল্পনার মাঝেই কেন একথা বলছেন সৌরভ?

প্রায় ছ’বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ইডেনে।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 2:07 pm

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মামলার রিপোর্ট জমা, হাই কোর্টে কী জানাল রাজ্য?

আগামী ১৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

সংবাদপ্রতিদিন 11 Nov 2025 2:04 pm