SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

22    C
... ...View News by News Source

Weekly Zodiac Prediction: কার জীবনে মিলবে সৌভাগ্য, কে হবেন ব্যর্থ? দেখুন সাপ্তাহিক রাশিফল

Weekly Zodiac Prediction: সোমবার ৮ থেকে ১৪ ডিসেম্বর ২০২৫-এর সপ্তাহটি বারো রাশির জীবনে বিভিন্ন পরিবর্তন ও নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। গ্রহগত কারণে কিছু রাশির জন্য এটি উন্নতির সময়, আবার কিছু রাশিকে সতর্ক থাকতে হবে। সপ্তাহজুড়ে স্বাস্থ্য, অর্থ, কর্মজীবন, পারিবারিক পরিবেশ ও শিক্ষাক্ষেত্রে কী পরিবর্তন দেখা যেতে পারে তা রাশি অনুযায়ী বিস্তারিতভাবে নীচে তুলে ধরা হল। মেষ মেষ রাশির জাতকদের এই সপ্তাহে শারীরিকভাবে স্বস্তি অনুভূত হবে। বিশেষ করে যাঁরা অনিয়মিত জীবনধারার কারণে শক্তি হারাচ্ছিলেন, তাঁরা নতুন করে উদ্যম ফিরে পাবেন। বাইরে সময় কাটানো, ব্যায়াম কিংবা খেলাধুলায় অংশ নেওয়া বিশেষভাবে উপকারী হবে। পরিবারের সঙ্গে আর্থিকভাবে লাভজনক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, কারণ এই সময়ে গৃহসম্পর্কিত বিনিয়োগ সৌভাগ্য বয়ে আনতে পারে। পারিবারিক সম্পর্ক উন্নত হবে এবং পুরোনো ভুল বোঝাবুঝিও কমে যাবে। কর্মস্থলে শত্রু বা বিরোধীরা মাথা তুললেও তারা কোনও ক্ষতি করতে পারবে না। আরও পড়ুন- কীভাবে সাজাবেন নবদম্পতির ঘর? ফুলশয্যার সময় মাথায় রাখুন বাস্তুর এই নিয়মগুলি বৃষ বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি স্বাস্থ্যের উন্নতি এনে দেবে। বিশেষ করে যাঁদের বয়স ৫০-এর বেশি, তাঁরা হাঁটাচলা এবং দৈনন্দিন রুটিনে আরাম পাবেন। পরিবারের কারও সঙ্গে ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তবে খরচ কিছুটা বেশি হতে পারে। আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলাই ভালো। কর্মজীবনে নতুন চ্যালেঞ্জ সামনে আসবে, তবে অভিজ্ঞতা এবং পরিচিতজনদের সহায়তায় সমস্যা কাটিয়ে ওঠা সহজ হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো করতে পারবে এবং মনোযোগ ধরে রাখতে সক্ষম হবে। আরও পড়ুন- সুপারি দিয়ে এই উপায়গুলি করলেই জীবনে আসবে উন্নতির স্রোত! মিথুন মিথুন রাশির জাতকদের চোখ-সংক্রান্ত সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি মিলবে। হালকা ব্যায়াম এবং খোলা জায়গায় হাঁটা স্বাস্থ্যকে আরও উন্নত করবে। হঠাৎ অতিথির আগমন বাড়িতে ব্যস্ততা বাড়ালেও খরচ কিছুটা বেশি হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারের সমর্থন কম পাওয়া যেতে পারে, যা মনখারাপের কারণ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন পথ খুলে যাবে, এবং বিদেশ সংক্রান্ত কাজেও সুসংবাদ পাওয়ার সম্ভাবনা প্রবল। শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে ধৈর্য প্রয়োজন। আরও পড়ুন- ৭–১৩ ডিসেম্বর ২০২৫, কারা জিততে পারেন লটারি, দেখে নিন এখানে কর্কট কর্কট রাশির জাতকদের সপ্তাহটি খাদ্যাভ্যাস ঠিক রাখার পরামর্শ দিচ্ছে। অল্পে ক্লান্ত হয়ে পড়ার ঘটনা এবং স্থূলতা কমবে। অর্থভাগ্য শক্তিশালী থাকবে এবং পরিকল্পিত ভাবে অর্থ সঞ্চয় করা সফল হবে। পারিবারিক টানাপোড়েন থাকলেও বড় কোনও সমস্যা হবে না। কর্মক্ষেত্রে জরুরি ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে দেখে নেওয়া জরুরি। যাঁদের উচ্চশিক্ষায় অতিরিক্ত ব্যয় হতে পারে, তাঁদের জন্য পরিবার থেকে সহায়তা নেওয়ার এটাই ভালো সময়। আরও পড়ুন- বর্ষশেষে এই ডিসেম্বরে কোন রাশির সম্পর্কে বাড়বে উষ্ণতা, কার শীতলতা? দেখে নিন সিংহ সিংহ রাশির জাতকরা সপ্তাহের শুরুতে কিছুটা অসুস্থতা অনুভব করতে পারেন। অতএব অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। সপ্তাহের শেষভাগে শক্তি এবং মনোযোগ ফিরে আসবে। আর্থিকভাবে ভালো সময়, যে কোনও বিনিয়োগ লাভজনক হতে পারে। পারিবারিক পরিবেশ স্বাভাবিক থাকবে এবং আপনজনদের জন্য কিছু ছোট উপহার সম্পর্ককে আরও মজবুত করবে। কর্মক্ষেত্রে পুরোনো কাজ পুনরায় শুরু করতে বাধা আসতে পারে, তবে ধৈর্য ধরে এগোলে পরিস্থিতি ভালো হবে। কন্যা কন্যা রাশির জাতকদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর করে এগোলে আর্থিক লাভ আসবে। দাতব্য কাজ ও ধর্মীয় অনুষ্ঠানে সময় কাটালে মানসিক শান্তি মিলবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ মিলবে, তবে আবেগের দ্বারা সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার সুযোগের খবর পেতে পারেন। তুলা তুলা রাশির জাতকদের সম্পর্ক এবং বন্ধুত্বের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। কারও স্বার্থপর আচরণ মানসিক চাপ দিতে পারে। সপ্তাহটি সৌভাগ্যপূর্ণ, বিশেষ করে পুরোনো ঋণ পরিশোধ বা কোনও জটিল কাজ সমাধানের ক্ষেত্রে তো বটেই। পারিবারিক কারও পরামর্শে আয় বাড়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীরাও লাভ করতে পারেন। শিক্ষার্থীরা দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন। বৃশ্চিক তুলা রাশির জাতকদের সম্পর্ক এবং বন্ধুত্বের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। কারও স্বার্থপর আচরণ মানসিক চাপ দিতে পারে। পুরোনো ঋণ পরিশোধ বা কোনও জটিল কাজ সমাধানের ক্ষেত্রে সপ্তাহটি সৌভাগ্যপূর্ণ। পারিবারিক কারও পরামর্শে আয় বাড়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীরাও লাভ করতে পারেন। শিক্ষার্থীরা দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন। ধনু ধনু রাশির জাতকরা চোখ-সংক্রান্ত সমস্যায় আরাম পাবেন। অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে এবং তার একটি অংশ দান করলে আরও সৌভাগ্য বৃদ্ধি পাবে। পারিবারিকভাবে কোনও অনুষ্ঠান সপ্তাহটিকে ব্যস্ত করে তুলতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির অনেক সুযোগ থাকবে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে ধ্যান বা যোগব্যায়াম উপকারী। মকর মকর রাশির জাতকদের এই সপ্তাহে ভ্রমণের সুযোগ থাকবে। অতিরিক্ত খাওয়াদাওয়া এড়িয়ে চলা উচিত। সামাজিক সম্মান বাড়াতে গিয়ে বেশি খরচ হয়ে যেতে পারে। পারিবারিক সময় উপভোগ করবেন। পুরোনো কাজ পুনরায় শুরু করা কঠিন হবে, তবে ধৈর্য হারালে চলবে না। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। কুম্ভ কুম্ভ রাশির জাতকদের চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়ায় মানসিক চাপ বাড়তে পারে। কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পও থেমে যেতে পারে। আর্থিক সহায়তা নেওয়া দরকার হতে পারে। পরিবারের কারও দূরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মনোযোগ ধরে রাখলে কর্মক্ষেত্রে সাফল্য আসবেই। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ কিছুটা ব্যাহত হলেও চেষ্টা করলে ভালো ফল মিলবে। মীন মীন রাশির জাতকরা স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ফল খেলে উপকার পাবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করলে আর্থিক ক্ষতি হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শক্তি বাড়বে। কর্মক্ষেত্রে কম পরিশ্রমেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। যাঁরা দূরে থাকেন তারা পরিবারে ফিরে এলে ভালো সময় কাটবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 12:58 pm

IndiGo flight cancellation |সোমে বাতিল ৩০০-রও বেশি বিমান, সপ্তম দিনেও যাত্রী ভোগান্তি চরমে!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তম দিনেও স্বাভাবিক হল না ইন্ডিগো (IndiGo)-র বিমান পরিষেবা! সোমবারও তাদের ৩০০-র উপর উড়ান বাতিল (IndiGo flight cancellation) করা হয়েছে। জানা গিয়েছে, শুধু দিল্লি বিমানবন্দরেই বাতিল হয়েছে ১৩৪টি বিমান। তার মধ্যে ৫৯টির দিল্লি বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। আর ৭৫টির বিভিন্ন গন্তব্যে রওনা দেওয়ার কথা ছিল। বেঙ্গালুরু বিমানবন্দরে বাতিল হয়েছে ইন্ডিগোর […] The post IndiGo flight cancellation | সোমে বাতিল ৩০০-রও বেশি বিমান, সপ্তম দিনেও যাত্রী ভোগান্তি চরমে! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 12:55 pm

Corona Remedies IPO শুরু হতেই হুড়োহুড়ি! লিস্টিংয়ে ‘বড় ধামাকা’ ইঙ্গিত GMP–র

Corona Remedies IPO price band: ফার্মা সংস্থা Corona Remedies Ltd–এর ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) আজ ৮ ডিসেম্বর ২০২৫ থেকে সাবস্ক্রিপশনের জন্য খুলে গেছে। নারী স্বাস্থ্য, কার্ডিওলজি, ব্যথা নিয়ন্ত্রণ, ইউরোলজি-সহ একাধিক থেরাপিউটিক সেগমেন্টে ওষুধ উন্নয়ন, উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত এই কোম্পানির শেয়ার ইস্যুকে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ বেশ লক্ষ্য করা যাচ্ছে। Corona Remedies IPO: মূল তথ্য Corona Remedies–এর IPO সোমবার ৮ ডিসেম্বর খোলার পরে ১০ ডিসেম্বর পর্যন্ত সাবস্ক্রিপশন নেওয়া হবে। বরাদ্দ (Allotment) হওয়ার সম্ভাব্য তারিখ ১১ ডিসেম্বর, আর শেয়ার তালিকাভুক্তি (Listing) হবে ১৫ ডিসেম্বর। কোম্পানির শেয়ার BSE ও NSE-উভয় এক্সচেঞ্জেই লিস্ট হবে। আরও পড়ুন- West Bengal News Live Updates: 'সংবিধানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল',বন্দে মাতরম নিয়ে লোকসভায় ঝাঁঝালো মন্তব্য মোদীর IPO–র প্রাইস ব্যান্ড ধরা হয়েছে ১০০৮ টাকা থেকে ১০৬২ টাকা প্রতি শেয়ার। সর্বোচ্চ দামে (Upper Band) কোম্পানি মোট ৬৫৫.৩৭ কোটি তোলার লক্ষ্য রেখেছে। ইস্যুটি সম্পূর্ণটাই Offer For Sale (OFS), যার আওতায় বাজারে আসছে ৬১.৭১ লক্ষ ইকুইটি শেয়ার। একটি লটের আকার ১৪টি শেয়ার, ফলে খুচরা বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগ দাঁড়াচ্ছে ১৪,৮৬৮। এই IPO–র লিড ম্যানেজার JM Financial Ltd., এবং রেজিস্ট্রার Bigshare Services Pvt. Ltd. আরও পড়ুন- Weekend getaway: কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টায় পৌঁছোন স্বপ্নের স্বর্গে! বাংলার এই প্রান্ত শীতকালীন পর্যটনের বিরল রত্ন Corona Remedies IPO GMP Today গ্রে মার্কেটে Corona Remedies–এর শেয়ার নিয়ে জোরদার চাহিদা দেখা যাচ্ছে। অনলিস্টেড মার্কেটে নজর রাখা একাধিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, আজকের Corona Remedies IPO GMP ২৯০ টাকা। অর্থাৎ, ইস্যু প্রাইসের তুলনায় ২৯০ টাকা বেশি দামে শেয়ারটি অনানুষ্ঠানিক বাজারে লেনদেন হচ্ছে। আরও পড়ুন- SIR: সোনাগাছিতে বিশেষ শিবির! SIR ইস্যুতে যৌনকর্মীদের পাশে দাঁড়াল নির্বাচন কমিশন GMP অনুযায়ী শেয়ারের গ্রে মার্কেট মূল্য দাঁড়াচ্ছে ১৩৫২ টাকা, যা IPO–র উচ্চতম প্রাইস ব্যান্ড ১০৬২ টাকার তুলনায় প্রায় ২৭.৩১% প্রিমিয়াম নির্দেশ করছে। Corona Remedies–এর এই গ্রে মার্কেট ট্রেন্ড ইঙ্গিত দিচ্ছে যে, লিস্টিংয়ের সময় শেয়ারটিতে শক্তিশালী ডেবিউয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 12:55 pm

Dharmendra-Bigg Boss: ধর্মেন্দ্রর জন্মদিনে অশ্রুসিক্ত সলমন খান, কেঁদে উঠল বিগ বস পরিবার

Salman Khan-Dharmendra: প্রবীণ তারকা ধর্মেন্দ্র বেঁচে থাকলে, আজ তাঁর ৯০তম জন্মদিন উদযাপিত হতো। এটি এমন একটি মুহূর্ত হতে পারত, যার জন্য পরিবার অনেক ধরণের প্ল্যানিং করে রেখেছিল। কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ২৪শে নভেম্বর কিংবদন্তি অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মুম্বাইয়ের পবন হংসে নীরবে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। দুই দিন পর সানি দেওল, ববি দেওলসহ পরিবারের সদস্যরা তাঁর স্মরণে একটি প্রার্থনা সভার আয়োজন করেন, যেখানে তাঁর অসামান্য জীবনকে সম্মান জানানো হয়। এই শোকের আবহে, ধর্মেন্দ্রর অত্যন্ত ঘনিষ্ঠ অভিনেতা সলমন খান তাঁর অনুভূতি লুকোতে পারেননি। বিগ বস ১৯ -এর গ্র্যান্ড ফিনালে উপস্থাপনার সময় তিনি টেলিভিশনের পর্দায় ধর্মেন্দ্রকে স্মরণ করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন। তিনি কাঁপা কণ্ঠে বলেন, “ধর্মজি আমার বাবার জন্মদিনেই মারা গেছেন। আমরা ইন্ডাস্ট্রির হি-ম্যানকে হারিয়েছি। তাঁর মতো আশ্চর্যজনক মানুষ আর নেই। তিনি রাজকীয়ভাবে জীবন কাটিয়েছেন এবং আমাদের সানি, ববি, এশার মতো সন্তান উপহার দিয়েছেন।” Esha Deol: 'বাবা, আমি তোমাকে...', ধর্মেন্দ্রর জন্মবার্ষিকীতে কান্নাভেজা স্মৃতি কন্যা এশার সালমান আরও জানান, তাঁর নিজস্ব ক্যারিয়ারের অনেকটা পথেই তিনি ধর্মেন্দ্রকে অনুসরণ করেছিলেন। ভাইজান বলেন, “নিষ্পাপ মুখ আর হি-ম্যানের শক্ত শরীর- তাঁর আকর্ষণ আজীবন থেকেছে। ধর্মজি, আপনাকে ভালোবাসি, সবসময় মিস করব। অভিনেতা আরও জানান, “২৪শে নভেম্বর তাঁর মৃত্যু- সেদিন আমার বাবার জন্মদিন। আমি এতটা ভেঙে পড়লে, ভাবুন সানি-ববির পরিবার কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।” প্রসঙ্গে, ধর্মেন্দ্রর প্রার্থনা সভা ছিল অনন্য- দুঃখের মাঝেই ছিল জীবনের উদযাপন। সেখানেও হাজির ছিলেন সলমন। তবে, গতকাল বিগ বসের মঞ্চে যেভাবে তিনি ডুকরে কেঁদে উঠলেন, তা সকলকে বেশ ভাবিয়েছে। Madhuri Dixit: 'আমায় কষ্ট দেবেন না', মাধুরীতে মুগ্ধ এমএফ হুসেন তাঁর ছবি আঁকতে গিয়েই যা বলেছিলেন.. ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী পরে জানান, অভিনেতা কখনই নিজেকে দুর্বল অবস্থায় প্রকাশ করতে চাননি, তাই তাঁর শেষকৃত্য ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। যদিও অনুষ্ঠানটি ছিল শান্ত, শোলে-সহ অভিনেতা অমিতাভ বচ্চন, হৃতিক রোশন, শাহরুখ খান, সালমানসহ বেশ কিছু বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 12:55 pm

পলাশকে আনফলো জেমি-রিচাদের, স্মৃতি বিয়ে ভাঙতেই গায়কের ইনস্টা ফলোয়ার সংখ্যায় বিরাট ধস!

পলাশের সব ছবি নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছেন স্মৃতি।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 12:49 pm

Humayun Kabir |গুনেই চলেছে যন্ত্র! হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে দানবাক্সে জমা পড়ল কত টাকা?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় শিলান্যাস হয়ে গিয়েছে মসজিদের। এই মসজিদ নির্মাণের মুল উদ্যোক্তা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। শিলান্যাস অনুষ্ঠানে ভিড় জমান হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ। মসজিদ নির্মাণের জন্য তাঁরা নিজেদের সাধ্যমতো দান করেছেন। কেউ দিয়েছেন ইট, লোহার রড, সিমেন্ট, আবার বহু মানুষ টাকা দিয়েছেন দানবাক্সে। মসজিদ নির্মাণে ৩০০ কোটি টাকা […] The post Humayun Kabir | গুনেই চলেছে যন্ত্র! হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে দানবাক্সে জমা পড়ল কত টাকা? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 12:45 pm

Mangal Gochar 2025: ধনু রাশিতে মঙ্গলের গোচরের বিরাট প্রভাব, সম্পর্কের টানাপোড়েন থেকে আর্থিক সমস্যা, কোন কোন রাশির সমস্যা বাড়াবে?

Mars Transit In Sagittarius 2025: গতকাল রাত ৮টা ১৫ মিনিটে মঙ্গল বৃশ্চিক রাশি থেকে বৃহস্পতির অধিপতি ধনু রাশিতে গমন করছে। এর ফলে বেশ কিছু রাশির মানুষে জীবনে আসতে চলেছে বড়সড় বদল। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে শক্তি, বীরত্ব, সাহসের প্রতীক হিসাবে ধরা হয়। অন্যদিকে ধনু একটি 'অগ্নি রাশি', যার মূলে রয়েছে উদ্দীপনা, আশা ও সাহসিকতা। ফলে 'অগ্নি রাশি'তে মঙ্গলের প্রবেশ বেশ কিছু রাশিচক্রের উপর সুস্পষ্ট প্রভাব ফেলতে পারে বলে মত জ্যোতিষীদের। সবুজ পাহাড়ে ঘেরা এক চিলতে গ্রাম, হদয় জুড়নো মায়াবী পরিবেশে যেন স্বর্গসুখ! জ্যোতিষীরা জানিয়েছেন, মঙ্গলের এই গোচর ১৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। এর পর মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে। এই সময়ে বেশ কিছুর রাশির জাতক-জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়লেও তর্ক, অস্থিরতা ও আবেগ অতিমাত্রায় দেখা দিতে পারে। আদর্শ ও নীতির প্রশ্নে কঠোর অবস্থান নেওয়ার প্রবণতা বাড়বে, আবার ক্ষণিকের রাগ বা অধৈর্য থেকেও সমস্যা সৃষ্টি হতে পারে। ধনু রাশিতে মঙ্গলের অবস্থান রাশিচক্রের বিভিন্ন জাতকের মেজাজ, সিদ্ধান্তে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। মেষ রাশির জাতকদের এই সময়ের মধ্যে নেতৃত্বদানের প্রবণতা ও ক্ষমতা আরও বাড়বে। তবে অতিরিক্ত তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেবেন না যা ক্ষতির কারণ হতে পারে। হৃদয় জুড়নো পরিবেশ! তাকলাগানো শোভা! শীত যাপনের সেরা ঠিকানা উত্তরবঙ্গের এই পাহাড়ি গ্রাম বৃষ রাশির জাতক-জাতিকাদের এই সময়ে সম্পর্কের দিক থেকে অতিরিক্ত যত্নবান হওয়া প্রয়োজন। একগুঁয়েমি সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। মিথুন রাশির জাতকরা যুক্তিতে অনড় থাকলেও আপনার বলা কথা আপনার কোন প্রিয় মানুষকে আঘাত দিতে পারে। তাই আপনার অতিরিক্ত সতর্ক থাকা দরকার। কর্কট রাশিতে ষষ্ঠ ঘরে মঙ্গলের গমন আবেগের উপর বিরাট প্রভাব ফেলবে, ফলে এই সময় কর্কট রাশির জাতক-জাতিকাদের মধ্যে অতিরিক্ত আবেগ সংকট তৈরি করতে পারে। সিংহ রাশিতে পঞ্চম ঘরে মঙ্গল আত্মমর্যাদা ও উৎসাহ বাড়ালেও অহংবোধ বিপদ ডেকে আনতে পারে। কন্যা রাশির জাতকদের কাজের প্রতি ডেডিকেশন আরও বাড়বে, পাশাপাশি খিটখিটে মেজাজ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বাড়াবে। weekend getaway:সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন বাড়ি, ঘুরে আসুন কলকাতার কাছেই অসাধারণ এই প্রান্ত থেকে! তুলা রাশিতে তৃতীয় ঘরের মঙ্গল ন্যায়বোধকে দৃঢ় করবে, তবে সম্পর্কের ক্ষেত্রে মতবিরোধ দেখা দিতে পারে। বৃশ্চিক রাশিতে দ্বিতীয় ঘরে মঙ্গল আপনাকে উত্তেজিত করবে, তাই আক্রমণাত্মক মেজাজ সম্পর্কে জটিলতা সৃষ্টি করতে পারে । ধনু রাশির জাতকদের ক্ষেত্রে এই গোচর আত্মবিশ্বাস ও ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়ালেও তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত আর্থিক ঝুঁকির কারণ হতে পারে। মকর রাশিতে দ্বাদশ ঘরে মঙ্গল কৌশলগত চিন্তাভাবনা জোরদার করবে। কুম্ভ রাশিতে একাদশ ঘরের মঙ্গল সামাজিক ও আদর্শগত ভাবনায় দৃঢ়তা আনবে, যা মতবিরোধের কারণ হতে পারে। মীন রাশির জাতকদের দশম ঘরে মঙ্গলের গমন সাহস ও আধ্যাত্মিকতা বাড়ালেও আবেগনির্ভর সিদ্ধান্ত ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টায় পৌঁছোন স্বপ্নের স্বর্গে! বাংলার এই প্রান্ত শীতকালীন পর্যটনের বিরল রত্ন

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 12:30 pm

মধ্যমা প্রদর্শন বিতর্কের মাঝে শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে পার্টিতে তৃণা, কী কথা হল দু’জনের?

শীতের রাতে কলকাতার পার্টিতে দেখা হল দু'জনের।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 12:24 pm

ট্রেন লেট, হাওড়ায় যাত্রী বিক্ষোভ সামলাতে টিকিট ছাড়াই ৩০০ জনকে তোলা হল বন্দে ভারতে!

পূর্ব রেলের প্রিন্সিপ্যাল চিফ কমার্শিয়াল ম্যানেজার গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 12:19 pm

অবসর ভেঙে ফিরছেন শাকিব! ফের একবার বাংলাদেশের জার্সিতে খেলতে চান অলরাউন্ডার

কেন অবসর ভেঙে ফিরতে চান তিনি?

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 12:18 pm

EV Scooter Battery Care Tips: কয়েকটি সহজ টিপসেই ইলেকট্রিক স্কুটেরের ব্যাটারির থাকবে চাঙ্গা, পাবেন দুর্দান্ত রেঞ্জ, জানেন তো সেগুলি?

EV Scooter Battery Care Tips: ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা ভারতের বাজারে হুহু করে বাড়ছে। নামি দামি টু-হুইলার কোম্পানিগুলির এই সেগমেন্ট নতুন রেঞ্জ ও ফিচারের ইভি লঞ্চ করার ফলে প্রতিযোগিতা আরও বাড়ছে। তবে ক্রেতাদের অন্যতম বড় দুশ্চিন্তা এখনও ব্যাটারি ও রেঞ্জকে ঘিরেই। কারণ একটি ইভি স্কুটারের পারফরম্যান্স সরাসরি নির্ভর করে এর ব্যাটারির স্বাস্থ্যের উপর। বিশেষজ্ঞরা বলছেন, মাত্র কয়েকটি সহজ টিপসেই ব্যাটারির থাকবে চাঙ্গা, পাবেন দুর্দান্ত রেঞ্জ। বছর শেষে ধুঁয়াধার অফার! মিলছে বাম্পার ছাড়, জলের দামে কিনুন Sony-Samsung-এর ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি ইভি স্কুটারে সাধারণত লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়, যা স্কুটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল অংশ। পেট্রোলচালিত গাড়ির যন্ত্রাংশ সহজে মেরামত করা গেলেও, ইভি ব্যাটারি মেরামত করা ততটা সহজ নয়। সময়ের সঙ্গে সঙ্গে এগুলির কার্যক্ষমতা কমতে থাকে, আর সঠিক যত্ন না নিলে খুব তাড়াতাড়ি ব্যাটারি নষ্ট নয়। তাই ব্যাটারি সুস্থ রাখতেই চার্জিংয়ের সময় বিশেষ নজর দেওয়া জরুরি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্রতিদিন ১০০% পর্যন্ত চার্জ করা উচিত নয়। মোবাইল ফোনের মতোই ইভি ব্যাটারিও বারবার ফুল চার্জ করাটা ক্ষতিকর। ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে চাইলে চার্জিং লেভেল ২০% থেকে ৮০%–এর মধ্যে রাখতে হবে। প্রয়োজনে ফুল চার্জ করা যেতে পারে, তবে তা যেন দৈনন্দিন অভ্যাসে পরিণত না হয়। ভাঁজ করা আইফোনের দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে, সবচেয়ে দামি ফোনটিও এর সামনে সস্তা তাপমাত্রা ইভি ব্যাটারির কর্মক্ষমতার উপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে বেশি গরম বা ঠান্ডায় ব্যাটারি দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই স্কুটার সর্বদা ছায়ায় পার্ক করা উচিত এবং সরাসরি রোদে চার্জ দেওয়া এড়িয়ে চলা জরুরি। যদি দীর্ঘক্ষণ স্কুটার চালানোর পর ব্যাটারি গরম হয়ে যায়, তবে চার্জ দেওয়ার আগে সেটিকে ঠান্ডা হতে সময় দিতে হবে। গরম ব্যাটারিতে সঙ্গে সঙ্গে চার্জ দিলে ক্ষতির ঝুঁকি বেড়ে যায়। গাড়ির পর ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার পরিকল্পনা করছে ভিনফাস্ট, দেখুন কী কী বৈশিষ্ট্য থাকবে? ফসাট চার্জিং সুবিধা জরুরি পরিস্থিতিতে কার্যকর হলেও প্রতিনিয়ত ব্যবহার করলে ব্যাটারির হেলথ নষ্ট হয়। কারণ ফাস্ট চার্জার ব্যাটারিকে গরম করে। তাই সাধারণ অবস্থায় সবসময় স্ট্যান্ডার্ড চার্জার ব্যবহার করাই বাঞ্ছনীয়। পাশাপাশি, ব্যাটারির নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা কোম্পানির দেওয়া আসল চার্জার ব্যবহার করা উচিত। সস্তার চার্জার ব্যাবহার একেবারে ভুলে যান। ইভি স্কুটারের ব্যাটারি দীর্ঘদিন সুস্থ রাখতে এই সহজ টিপসগুলি অত্যন্ত কার্যকর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। একটু সচেতনতা এবং সঠিক চার্জিং অভ্যাসই আপনার স্কুটারের রেঞ্জ ও ব্যাটারি লাইফ বছরের পর বছর স্থায়ী রাখতে সাহায্য করবে। আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 12:12 pm

নাম নেই ২০০২এর ভোটার তালিকায়, বন্যায় ভেসেছে নথিও! এসআইআর নিয়ে চিন্তায় অগ্রদ্বীপের বাসিন্দারা

বন্যা ও ভাঙন কবলিত অগ্রদ্বীপ অঞ্চলের বেশকিছু পরিবার নাগরিকত্ব প্রমাণে চ্যালেঞ্জের মুখে।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 12:07 pm

পুতিনের পর এবার জেলেনস্কি, ‘শান্তির পথ’খুঁজতে শীঘ্রই ভারত সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট!

কবে ভারতে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট?

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 12:07 pm

Khaleda zia |চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে খালেদা জিয়াকে, মঙ্গলবার আসছে এয়ার অ্যাম্বুল্যান্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স আসছে মঙ্গলবার সকালে। ঢাকার এভারকেয়ার হাসপাতাল সূত্রের খবর, ওষুধ বা চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না বিএনপি নেত্রী। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে যে এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে, সেটি মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। বিমানবন্দরের […] The post Khaleda zia | চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে খালেদা জিয়াকে, মঙ্গলবার আসছে এয়ার অ্যাম্বুল্যান্স appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 12:03 pm

আজই রিচার্জ করুন, ২০২৬ সালের শেষ পর্যন্ত অ্যাকটিভ থাকবে সিমকার্ড, Jio-Airtel- সস্তার প্ল্যানে এগিয়ে কে?

২০২৫ সাল শেষের পথে। আর মাত্র কয়েকদিন পরই বিশ্ব পা দিতে চলেছে নতুন বছর ২০২৬-এ। প্রতি মাসে বারবার রিচার্জের ঝামেলা এড়াতে অনেকেই নতুন বছরে সাশ্রয়ী মূল্যের বার্ষিক প্ল্যানে স্যুইচ করতে চাইছেন। বার্ষিক প্ল্যানে একবার রিচার্জ করলেই সারা বছর কল, ডেটা ও এসএমএস ব্যবহারে আর কোনও চিন্তা থাকে না। এই পরিপ্রেক্ষিতে, জিও ও এয়ারটেলের জনপ্রিয় বার্ষিক রিচার্জ প্ল্যানগুলি কী কী? তা একনজরে দেখে নেওয়া যাক। সস্তার প্ল্যানে বাজারে ভূমিকম্প! জিও-র নতুন এই অফারে মাথা ঘুরে যাবে জিওর বার্ষিক প্ল্যানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি হলো ৩৯৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি করে মোট ৯১২.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। ভ্যালিডিটি পুরো ৩৬৫ দিন। এছাড়া রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং ৩ মাসের জন্য জিওহটস্টার সাবস্ক্রিপশন। সঙ্গে ১৮ মাসের জন্য গুগল জেমিনি প্রো সুবিধা এবং যোগ্য গ্রাহকদের জন্য আনলিমিটেড ৫জি ডেটাও অন্তর্ভুক্ত। আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে এছাড়া, কম দামে আরেকটি বার্ষিক প্ল্যান হলো ৩৫৯৯ টাকার রিচার্জ। এই প্ল্যানে ৩৯৯৯ টাকার প্ল্যানের সব সুবিধাই থাকছে, শুধু FanCode সাবস্ক্রিপশন বাদে। দৈনিক ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, JioHotstar সাবস্ক্রিপশন এবং Google Gemini Pro সবই পাওয়া যাবে এক বছরের জন্য। গাড়ির পর ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার পরিকল্পনা করছে ভিনফাস্ট, দেখুন কী কী বৈশিষ্ট্য থাকবে? এয়ারটেলও বার্ষিক রিচার্জ প্ল্যানের প্রতিযোগিতায় তালিকায় রয়েছে সবচেয়ে জনপ্রিয় প্ল্যান ৩৯৯৯ টাকার প্ল্যান। যাতে থাকছে আনলিমিটেড ৫জি সুবিধা, দৈনিক ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং স্প্যাম অ্যালার্ট সার্ভিস। এছাড়াও এক বছরের JioHotstar সাবস্ক্রিপশন ও একই মেয়াদের Perplexity Pro সাবস্ক্রিপশন, পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে। অফারে ভরপুর! iPhone 13 থেকে iPhone Air-এ মেগা ডিসকাউন্ট, ৪০ হাজারের কমে কিনুন প্রিমিয়াম স্মার্টফোন অন্যদিকে, এয়ারটেলের ৩৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান-এ JioHotstar সাবস্ক্রিপশন বাদে বাকি সব সুবিধাই পাওয়া যাবে। গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং এক বছরের Perplexity Pro সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 12:01 pm

Sandip Nandy on East Bengal: 'দুঃখ লেগেছে...', ইস্টবেঙ্গল হারতেই হৃদয় কাঁদল সন্দীপের

East Bengal FC: শেষপর্যন্ত স্বপ্নপূরণ হল না ইস্টবেঙ্গল এফসি-র। সুপার কাপ (Super Cup 2025) ফাইনালে উঠে শেষপর্যন্ত তারা হেরে গিয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। গোটা ম্য়াচ জুড়ে লাল-হলুদ ব্রিগেডের দাপট ছিল চোখে পড়ার মতো। কিন্তু, শেষপর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে তাদের পরাজয় স্বীকার করতে হয়। এই হারের পর লাল-হলুদ সমর্থকরা কার্যত শোকে ভেঙে পড়েছেন। কষ্ট পাচ্ছেন লাল-হলুদের আরও এক প্রাক্তন সেনা। দেশের অন্যতম সেরা গোলকিপার সন্দীপ নন্দী (Sandip Nandy)। সোমবার সকালবেলা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সন্দীপ জানালেন, 'গতকাল ফাইনাল ম্য়াচটা আমার দেখা হয়নি। বর্ধমানে একটি অনুষ্ঠান বাড়িতে এসেছিলাম। কিন্তু, শুনলাম যে ইস্টবেঙ্গল হেরে গিয়েছে। এই পরাজয়ের খবর শুনে সত্যিই খুব কষ্ট পেয়েছি।' East Bengal FC: 'আমরাই ভাল খেলেছি...', ফাইনালে হারের পর মন্তব্য ইস্টবেঙ্গল কোচের চূড়ান্ত অপমানের শিকার হয়েছিলেন সন্দীপ কথায় বলে, সময় নাকি সব হিসেব ফিরিয়ে দেয়। আর এই কথাটা সন্দীপ নন্দীর ক্ষেত্রে আজ চূড়ান্তভাবে প্রযোজ্য। সেটা ছিল IFA শিল্ডের ফাইনাল। লাল-হলুদের প্রাক্তন গোলকিপার কোচ সন্দীপের পরামর্শেই প্রভসুখন সিং গিলের পরিবর্তে দেবজিৎ মজুমদারকে মাঠে নামানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। এই ম্যাচে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ৫-৪ গোলে পরাস্ত হয়। East Bengal FC vs FC Goa Match Report: নিভল মশাল, লড়েও শেষপর্যন্ত পরাস্ত ইস্টবেঙ্গল! ঘরের কাপ ঘরেই রাখল গোয়া তারপর থেকেই অস্কারের যাবতীয় আক্রোশ এসে পড়ে সন্দীপের উপর। এমনকী, গোয়ায় জুনিয়র ফুটবলারদের সামনে ভারতের এই প্রাক্তন গোলকিপারকে চূড়ান্ত দুর্ব্যবহারের শিকার হতে হয়। অবশেষে এই অপমানের বোঝা সইতে না পেরে সন্দীপ নিজের পদ থেকে সরিয়ে নেন। আর সুপার কাপের ফাইনালেও সেই টাইব্রেকারেই হারল ইস্টবেঙ্গল। এবার অবশ্য তেকাঠির নীচে ছিলেন প্রভসুখন গিল। কিন্তু, লাল-হলুদ ব্রিগেডের ভাগ্য বদলাল না। শেষপর্যন্ত ৬-৫ গোলে হেরেই সুপার কাপ অভিযান শেষ করল অস্কারের দল। East Bengal vs FC Goa: ইস্টবেঙ্গলকে হারিয়েও সুপার কাপ জয়, খুশির মাথায় এ কী বললেন গোয়ার কোচ? হৃদয় কাঁদল প্রাক্তন গোলকিপার কোচের তবে আজ আর সন্দীপ নন্দীর মনে কোনও অভিমানের ক্ষত নেই। হৃদয়ের মাঝখানে উজ্জ্বল হয়ে থাকা 'প্রিয় দল' ইস্টবেঙ্গল হারতে বেশ খানিকটা দুঃখই পেলেন তিনি। এদিন তিনি বললেন, 'ইস্টবেঙ্গল আমার প্রাণ। সেই দলটা হেরে গেল। সেটা শুনে আমার অবশ্যই দুঃখ লেগেছে। আর কিছু বলার মতো জায়গায় আমি নেই। প্রথম দিন থেকে আমি একটাই কথা বলে আসছিলাম। আজ যে ফলাফলের সাক্ষী ইস্টবেঙ্গল হল, সেটা কিন্তু হওয়ার যোগ্য নয়। মানোলো কী বলেছে, সেটাও আমি কাগজে পড়েছি। সবাই এককথায় স্বীকার করছেন, এটা দীর্ঘদিনের সেরা ইস্টবেঙ্গল দল। এই বছর ইস্টবেঙ্গলের মধ্যে সবাইকে হারানোর ক্ষমতা ছিল। ফলে এখানে আমার আর কিছু বলার নেই। দুঃখ লেগেছে, এটুকুই বলতে পারি।'

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 11:56 am

Jalpaiguri |চা পাতায় কীটনাশক শনাক্তকরণে কিট

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: কাঁচা চা পাতায় ক্ষতিকারক কীটনাশক ব্যবহার হচ্ছে কি না জানতে এবার বাজারে আসতে চলেছে অত্যাধুনিক যন্ত্র। রবিবার জলপাইগুড়ি (Jalpaiguri) শহরতলির রানিনগরে, এক বেসরকারি রিসর্টে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির ১৯তম বার্ষিক জেলা সম্মেলনে সে কথাই জানালেন টি বোর্ডের কীটনাশক বিশেষজ্ঞ অমিতাভ বসু মজুমদার। টি সেফটির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘সেন্ট্রাল […] The post Jalpaiguri | চা পাতায় কীটনাশক শনাক্তকরণে কিট appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 11:55 am

Samsung Galaxy S25 Ultra 5G Discount: Samsung প্রিমিয়াম স্মার্টফোনে হাজার হাজারের বিরাট ছাড়, বছরশেষে সবচেয়ে বড় অফার চমকে দিতে বাধ্য

Samsung Galaxy S25 Ultra 5G Discount: স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজ লঞ্চের আগেই Flipkart-এর Buy Buy সেলে Galaxy S25 Ultra 5G-তে মিলছে সবচেয়ে বড় ছাড়। ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে পেয়ে যান 20,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাংক অফার এবং সেই সঙ্গে আকর্ষণীয় এক্সচেঞ্জ বোনাস। গাড়ির পর ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার পরিকল্পনা করছে ভিনফাস্ট, দেখুন কী কী বৈশিষ্ট্য থাকবে? স্যামসাং খুব শিগগিরই তাদের নতুন Galaxy S26 সিরিজ বাজারে আনতে চলেছে। তার আগেই কোম্পানি তাদের বর্তমান প্রিমিয়াম স্মার্টফোন Galaxy S25 Ultra 5G-তে বিরাট ছাড়ের ঘোষণা করেছে। Flipkart-এর চলতি Buy Buy সেলে ডিভাইসটি মাত্র 1,09,999–টাকার বিশেষ অফারে পাওয়া যাচ্ছে। অর্থাৎ মিলছে সরাসরি 20,000 টাকার ছাড়। বছর শেষে ধুঁয়াধার অফার! মিলছে বাম্পার ছাড়, জলের দামে কিনুন Sony-Samsung-এর ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি, Axis Bank Flipkart ডেবিট কার্ড এবং Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা ৫% পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধাও থাকছে। শুধু তাই নয়, পুরনো ফোন বদলে সর্বোচ্চ 64,300 পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়ার সুযোগও রয়েছে, তবে এই দাম ডিভাইসটির মডেল ও অবস্থার উপর নির্ভর করছে। Samsung Galaxy S25 Ultra 5G : ফিচার হাইলাইটস Galaxy S25 Ultra-তে রয়েছে একটি ৬.৯ ইঞ্চি AMOLED ডিসপ্লে যার সঙ্গে ১২০Hz রিফ্রেশ রেট, যা আরও মসৃণ স্ক্রলিং অভিজ্ঞতা দেয়। পাওয়ারফুল পারফরম্যান্সের জন্য এতে রয়েছে Snapdragon 8 Elite চিপসেট, সর্বোচ্চ ১৬GB RAM এবং ১TB স্টোরেজ।স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০mAh ব্যাটারি এবং ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট। আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে ক্যামেরা সেটআপ Galaxy S25 Ultra 5G-র ক্যামেরা বিভাগটি অত্যন্ত শক্তিশালী, এতে রয়েছে ২০০MP প্রাইমারি সেন্সর ৫০MP পেরিস্কোপ লেন্স ১০MP টেলিফটো লেন্স ৫০MP আল্ট্রা–ওয়াইড লেন্স সেলফির জন্য রয়েছে ১২MP ফ্রন্ট ক্যামেরা। Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে S25 Ultra-তে এই বিশাল ডিল নিঃসন্দেহে ক্রেতাদের আকর্ষণ করবে। যারা একটি প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি সুযোগ। সস্তার প্ল্যানে বাজারে ভূমিকম্প! জিও-র নতুন এই অফারে মাথা ঘুরে যাবে

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 11:51 am

Babri Mosque: বাবরি-শিলান্যাসে গিয়েও অস্বীকার! দুই ভাইয়ের ‘আমি–নই’ নাটক, হাসাহাসি সোশ্যাল মিডিয়ায়

বাবরি মসজিদ বিতর্কে তৃণমূল থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ফের শিরোনামে। বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবি, তৃণমূল-বিরোধী কার্যকলাপ এবং বিজেপির সঙ্গে তাঁর যোগাযোগ, এই অভিযোগেই ৪ ডিসেম্বর তাঁকে দল থেকে সাসপেন্ড করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। একইদিনে প্রকাশ্য সভা থেকে নাম না করে তীব্র ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই সভা থেকেই বেরিয়ে এসে ক্ষুব্ধ হুমায়ুন ঘোষণা করেছিলেন, “৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই হবে।” নির্ধারিত দিনে সেই ঘোষণা পূরণও করেছেন বিধায়ক। ৬ ডিসেম্বর বিশাল জনসমাগমের মধ্যে বাবরি মসজিদের শিলান্যাস সম্পন্ন করেন হুমায়ুন কবীর। সেই মঞ্চ থেকেই তিনি তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন। আরও পড়ুন- West Bengal News Live Updates: কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠক, প্রকাশ্য জনসভায় থাকতে পারে বড় চমক? তৃণমূল সভাপতির উপস্থিতি ঘিরে বিতর্ক তবে সেদিনের শিলান্যাস মঞ্চে দেখা গিয়েছিল এক অস্বাভাবিক দৃশ্য। উপস্থিত ছিলেন ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সাবের আলী শেখ। মঞ্চে দাঁড়িয়েই তিনি বলেন, “আমরা তৃণমূল করি। মমতা বন্দ্যোপাধ্যায় বড় ভুল করেছেন। জগন্নাথ মন্দির হলে সমস্যা নেই, আর একজন মুসলিম নেতা মসজিদ করলে তাকে বহিষ্কার করা হলো! আজই সব মুসলিম বিধায়কদের পদত্যাগ করা উচিত। একজন মুসলমানকে অপমান মানে সারা ভারতের মুসলমানকে অপমান। এই সরকারকে আর রাখা যাবে না, পরিবর্তন চাই।” আরও পড়ুন- Weekend getaway: কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টায় পৌঁছোন স্বপ্নের স্বর্গে! বাংলার এই প্রান্ত শীতকালীন পর্যটনের বিরল রত্ন বিপক্ষের তোপ সিপিআইএম নেতা মুস্তাফিজুর রহমান রানা দাবি করেন, “তৃণমূলের অর্ধেকের বেশি নেতা চান দল পরাজিত হোক। নেতৃত্ব থেকে বুথ, সবাই মনে করেন তৃণমূল সীমা ছাড়িয়ে গেছে।” কংগ্রেস নেতা মীর এমদাদুল হক বলেন, “সাবের আলী ঠিক কথাই বলেছেন। দুর্নীতি আর মুসলিমদের অবহেলা নিয়েই ক্ষোভ বাড়ছে। পরে ও অস্বীকার করেছে কারণ দুর্নীতির ভাগ পায়নি।” আরও পড়ুন- MP trio dance video: রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে একসঙ্গে স্টেজে তিন সাংসদ! কঙ্গনা–মহুয়া–সুপ্রিয়ার নাচের ভাইরাল ভিডিও-তে বিস্ফোরণ এদিকে নিজেদের অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি করেছেন সাবের আলী নিজেই। যোগাযোগ করলে তিনি বলেন, “ওটা আমি নই, আমার ভাই সাইনুল ইসলাম সেখ।” কিন্তু সাইনুল পাল্টা দাবি করে বলেন, “সভাস্থলে ছিল সাবের আলীই, আমি নই।” বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে মুর্শিদাবাদের রাজনীতিতে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। এদিনের ঘটনাপ্রবাহ স্পষ্ট করে দিয়েছে, আগামী দিনে এই সংঘাত আরও ঘনীভূত হতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 11:51 am

Gorumara |পাশে গেলেও নিরুত্তাপ বহেরা

শুভদীপ শর্মা, ময়নাগুড়ি: হাজার ডাকাডাকি করা হোক বা চ্যাঁচামেচি, তার কোনও হেলদোল নেই। খুব কাছাকাছি গিয়ে ছবি তুললেও কোনও আপত্তি জানায় না। হাবভাব দেখে বোঝা যায় কানে কিছুই শুনতে পায় না। আর এই সুবাদেই লোকে গন্ডারটির নাম দিয়েছে ‘বহেরা’। গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে গন্ডারটি আজকাল রোজই রামশাইয়ের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। ‘হাতের কাছে’ এভাবে গন্ডার দর্শনের […] The post Gorumara | পাশে গেলেও নিরুত্তাপ বহেরা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 11:49 am

Onion export Bangladesh |পেঁয়াজের দাম ২০০ টাকা ছুঁইছুঁই! ফের ভারতের কাছে হাত পাতল বাংলাদেশ  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ। সেই কারণে বাংলাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পায় লাগামছাড়া। দাম কেজি প্রতি প্রায় ২০০ টাকায় পৌঁছায়। এরপরেই বাংলাদেশের কৃষি মন্ত্রক ফের ভারত থেকে পেঁয়াজের আমদানি করার সিদ্ধান্ত নেয়। আপাতত ১৫০০ টন পেঁয়াজ কেনার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। “ছেড়ে দে মা, কেঁদে বাঁচি” অবস্থা […] The post Onion export Bangladesh | পেঁয়াজের দাম ২০০ টাকা ছুঁইছুঁই! ফের ভারতের কাছে হাত পাতল বাংলাদেশ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 11:41 am

Easiest Dal to Digest: কোন ডাল সবচেয়ে সহজপাচ্য? জেনে নিন বিশেষজ্ঞের থেকে

Easiest Dal to Digest: মানুষের হজমশক্তি যেমন একেক জনের আলাদা, তেমনই ডালের ধরনও হজমের ওপর ভিন্ন প্রভাব ফেলে। ভারতীয় খাদ্যতালিকায় ডাল প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রোটিন, ভিটামিন, মিনারেল—সব মিলিয়ে ডালকে বলা হয় সম্পূর্ণ পুষ্টির ভান্ডার। কিন্তু অনেকেরই অভিযোগ যে ডাল খেলে গ্যাস, পেট ফাঁপা, অস্বস্তি বা বদহজম হয়। এর কারণ, ডালের মধ্যে থাকা কিছু প্রাকৃতিক উপাদানে অ্যান্টিনিউট্রিয়েন্ট, রেজিস্ট্যান্ট স্টার্চ ও শোষণে বাধা সৃষ্টি করা কিছু এনজাইম থাকে। তবে সব ডাল সমানভাবে হজম হয় না। কয়েকটি ডাল পেটের জন্য খুবই হালকা, আবার কিছু ডাল তুলনামূলক ভারি। কোন ডাল সহজপাচ্য? পুষ্টিবিদদের মতে, সব ডালের মধ্যে মুগ ডাল সবচেয়ে সহজপাচ্য। এর স্টার্চ স্ট্রাকচার এমন যে এটি খুব দ্রুত ভেঙে যায় এবং শরীর সহজে শোষণ করতে পারে। উপরন্তু মুগ ডালে অ্যান্টিনিউট্রিয়েন্টের পরিমাণ কম, তাই এটি পেটের ওপর কোনও বাড়তি চাপ ফেলে না। বিশেষত যাঁরা অসুস্থতা থেকে সেরে উঠছেন, বয়স্ক মানুষ, ছোট শিশু কিংবা যাঁদের নিয়মিত অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আছে, তাঁদের জন্য মুগ ডাল আদর্শ। মুগ ডাল অল্প সময় ভিজিয়েই রান্না করা যায়, আর অল্প মশলাতেও এটি সুস্বাদু হয়। আরও পড়ুন- রান্নার কোন তেল বাড়ায় ফ্যাট ও ওজন? গবেষণায় মিলল চমক মসুর ডালও অত্যন্ত হালকা এবং সহজপাচ্য। এটি পেটকে কোনওভাবেই ভারী করে না এবং প্রোটিনও সহজে শোষিত হয়। যেসব ডাল শক্ত, ঘন বা তেল-ঘি বেশি শোষণ করে, সেগুলির তুলনায় মসুর অনেক বেশি হালকা। এজন্য অনেকেই দৈনন্দিন খাবারে মসুর ডাল রাখতে পছন্দ করেন। এর মৃদু স্টার্চ কাঠামো শরীরকে ধীরে ধীরে শক্তি দেয়, যার ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে কিন্তু কোনও অসুবিধা হয় না। আরও পড়ুন- দূষিত বাতাসে হারিয়ে যায় ব্যায়ামের স্বাস্থ্য উপকারিতা, গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য অন্যদিকে ছোলার ডাল, অড়হড়ের ডাল, আর বিশেষ করে মুগ ডাল তুলনামূলকভাবে ভারী বলে মনে করা হয়। এগুলির মধ্যে রেজিস্ট্যান্ট স্টার্চ ও গ্যাস তৈরির প্রবণতা বেশি থাকে। তাই পেট সংবেদনশীল হলে বা হজমশক্তি দুর্বল হলে এই ডালগুলি খেলে অস্বস্তি হতে পারে। তবে তার মানে এই নয় যে এই ডালগুলি খাওয়া ঠিক নয়। কারণ এগুলিও অত্যন্ত পুষ্টিকর। সঠিক ভাবে বানালে ভারী ডালও খুব সহজেই হজম হতে পারে। আরও পড়ুন- ঠান্ডা ঋতুতে কি রক্তচাপ বাড়ে? জানুন শীতে কীভাবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবেন! ডাল হজমের মূল রহস্য লুকিয়ে আছে রান্নার আগে প্রস্তুতির মধ্যে। ডাল ভিজিয়ে রাখা, অঙ্কুরিত করা বা ভালোভাবে প্রেসার কুকারে রান্না করলে এর অ্যান্টিনিউট্রিয়েন্ট ভেঙে যায় এবং স্টার্চ নরম হয়ে আসে। এর ফলে ভারী ডালও হালকা হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলেন, ডাল রান্নার সময় হিং, আদা, জিরে বা হলুদ ব্যবহার করলে গ্যাসের সমস্যা অনেকটাই কমে যায়। এই মশলাগুলি পেটকে আরাম দেয় এবং খাদ্যকে দ্রুত ভাঙতে সাহায্য করে। আরও পড়ুন- সকালে খালি পেটে খান এককোয়া রসুন, মিলবে অবাক করা উপকারিতা! ডাল খাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল শস্যের সঙ্গে সঠিক অনুপাতে মেশানো। শরীর যাতে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের অভাবে না পড়ে, তার জন্য ডালের সঙ্গে ভাত বা মিলেট মিশিয়ে খাওয়া উচিত। ডালের মধ্যে থাকে লাইসিন, যা ভাতে নেই। আবার ভাতে থাকে মেথিওনিন, যা ডালে কম থাকে। তাই দু’টো একসঙ্গে খেলে শরীরের প্রোটিন শোষণ অনেক বেশি হতে পারে। পুষ্টিবিদরা আরও জানিয়েছেন, সপ্তাহে অন্তত পাঁচ ধরনের ডাল খাওয়া উচিত। শুধু একটি ডালের ওপর নির্ভর করলে শরীর একই ধরনের পুষ্টি পায়, কিন্তু বৈচিত্র্য এলে শরীর প্রয়োজনীয় বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট পায় এবং অন্ত্রের ব্যাকটেরিয়া ভালো থাকে। আমাদের দেশে হাজার রকম ডাল ও শস্য রয়েছে, তাই সেগুলিকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলে খাদ্য তালিকা আরও সমৃদ্ধ হয়। খাদ্যবিজ্ঞান বলছে, ডাল শুধু প্রোটিনের উৎস নয়। এটি শরীরকে দীর্ঘ সময় শক্তি দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং বার্ধক্যজনিত সমস্যা কমাতে সাহায্য করে। তবে সঠিক ডাল বেছে নেওয়া, ঠিক মতো ভিজিয়ে রাখা, রান্না করা এবং খাবারের সঙ্গে সঠিক মশলা ও শস্য ব্যবহার করা—এই সব মিলিয়ে ডালের পুষ্টিগুণ সম্পূর্ণ হয়। মোদ্দা কথা, মুগ ডাল ও মসুর ডাল পেটের জন্য সবচেয়ে হালকা এবং স্বাস্থ্যসম্মত। গ্যাস, পেট ফাঁপা বা বদহজমের সমস্যা থাকলে এই দুই ডাল দিয়ে দিন শুরু করা ভালো। হজমশক্তি ভালো হলে অল্প মশলা দিয়ে অন্য ভারী ডালও ধীরে ধীরে খাওয়া যেতে পারে। সঠিক রান্নার নিয়ম ও বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসই ডালকে করে তোলে স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং সহজপাচ্য।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 11:39 am

Siliguri |১০ মিনিটের দৌড়ে ঝুঁকি বাড়ে জীবনে

কে কত তাড়াতাড়ি সামগ্রী পৌঁছে দিতে পারছে, সেই নিয়ে প্রতিযোগিতা। সঙ্গী সাইকেল, স্কুটার বা মোটরবাইক- যাই থাকুক না কেন, জীবনের ঝুঁকি নিয়ে গতিতে একে অপরকে টেক্কা দিতে চান ওঁরা। সৌভিক সেন, শিলিগুড়ি: ‘উন্নত পরিষেবা’-র নামে ইঁদুর দৌড় চলছে। যে যত তাড়াতাড়ি গ্রাহকের হাতে প্যাকেট তুলে দিতে পারবে, সেই সংস্থার কলার তত উঁচু হবে। বাড়বে ব্যবসাও। […] The post Siliguri | ১০ মিনিটের দৌড়ে ঝুঁকি বাড়ে জীবনে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 11:39 am

Siliguri |দূষণ ভাইরালে শিলিগুড়ির অস্বস্তি 

শমিদীপ দত্ত, শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) খুবই দুর্গন্ধময়, দূষিত শহর। ব্রিটিশ ট্রাভেল ভ্লগার বেন ফ্রায়ারের দাবি। বেন অবশ্য ‘ব্যাকপ্যাকার বেন’ নামেই সোশ্যাল মিডিয়ায় বেশি পরিচিত। ইউটিউব (YouTube), ফেসবুকে তাঁর অগুনতি ভিডিও। শুধু ফেসবুকেই তাঁর লক্ষাধিক ফলোয়ার। এই বেনই সম্প্রতি শিলিগুড়িতে হাজির হয়েছিলেন। সেবক রোডে আবর্জনা পড়ে থাকতে দেখে, গোরুকে সেই আবর্জনা টেনে খেতে দেখে বিরক্ত বেন […] The post Siliguri | দূষণ ভাইরালে শিলিগুড়ির অস্বস্তি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 11:28 am

jio cheapest recharge plans: সস্তার প্ল্যানে বাজারে ভূমিকম্প! জিও-র নতুন এই অফারে মাথা ঘুরে যাবে

jio cheapest recharge plans: রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বাম্পার অফার। যেখানে গ্রাহকরা প্রতিদিনের ডেটা, আনলিমিটেড কলিং থেকে শুরু করে 5G পরিষেবা এবং JioHotstar সাবস্ক্রিপশনসহ একাধিক সুবিধা পাচ্ছেন একেবারে সাশ্রয়ী দামে। আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে গ্রাহকদের জন্য কোম্পানি নিয়ে এসেছে একাধিক বাজেট ফ্রেন্ডলি প্রিপেইড রিচার্জ প্ল্যান। এই প্ল্যানগুলিতে ইউজাররা পেয়ে যেতে পারেন অধিক ডেটা, এক্সট্রা ভ্যালিডিটি ও একাধিক ওটিটি সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে। সংস্থার অনেক জনপ্রিয় প্ল্যানের মধ্যে দুটি প্ল্যান বিশেষভাবে নজর কেড়েছে। গাড়ির পর ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার পরিকল্পনা করছে ভিনফাস্ট, দেখুন কী কী বৈশিষ্ট্য থাকবে? জিওর ৪৪৯ টাকার প্রিপেইড প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটির মধ্যে প্রতিদিন ৩ জিবি করে মোট ৮৪ জিবি ডেটা পাওয়া যায়। এর সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং JioHome-এর দুই মাসের ফ্রি ট্রায়াল। প্ল্যানটিতে মোবাইল ও টিভির জন্য তিন মাসের JioHotstar সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, গুগল জেমিনি প্রো-এর ১৮ মাসের সাবস্ক্রিপশন এবং যোগ্য গ্রাহকদের জন্য আনলিমিটেড 5G ডেটা সুবিধাও দেওয়া হচ্ছে। অফারে ভরপুর! iPhone 13 থেকে iPhone Air-এ মেগা ডিসকাউন্ট, ৪০ হাজারের কমে কিনুন প্রিমিয়াম স্মার্টফোন এছাড়া, জিওর আরেকটি জনপ্রিয় প্ল্যান ১১৯৯ টাকা মূল্যে ৮৪ দিনের ভ্যালিডিটি অফার করে। এতে প্রতিদিন ৩ জিবি ডেটা সহ মোট ২৫২ জিবি ডেটা বেনিফিট পাওয়া যায়। সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং দুই মাসের JioHome ফ্রি ট্রায়াল। এই প্ল্যানেও মোবাইল/টিভির জন্য তিন মাসের JioHotstar সাবস্ক্রিপশন এবং ৫০ জিবি JioAICloud স্টোরেজ যুক্ত করা হয়েছে। প্ল্যানটি গুগল জেমিনি প্রো-এর ১৮ মাসের সাবস্ক্রিপশনও অফার করে, যা গ্রাহকদের জন্য অতিরিক্ত আকর্ষণ সৃষ্টি করেছে। দেশের বাজারে ভূমিকম্প! সেরা স্মার্টওয়াচের তালিকায় কেন এগিয়ে Realme Watch 5? ফিচার জানলে চমকে যাবেন

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 11:28 am

Esha Deol: 'বাবা, আমি তোমাকে...', ধর্মেন্দ্রর জন্মবার্ষিকীতে কান্নাভেজা স্মৃতি কন্যা এশার

Esha Deol-Dharmendra: বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ২৪শে নভেম্বর, তাঁর ৯০তম জন্মদিনের মাত্র কয়েক সপ্তাহ আগে, শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্য ও কাছের মানুষরা যখন তাঁর জন্মদিন উপলক্ষে বিশেষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই এই কিংবদন্তির মৃত্যু, গোটা ভারতীয় সিনে-জগতে গভীর শোকের ছায়া নামিয়ে আনে। দীর্ঘ অভিনয়-জীবনে, অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেন তিনি। ধর্মেন্দ্রর প্রয়াণে বলিউডে যেন, এক যুগের অবসান ঘটে। জন্মদিনে বাবাকে স্মরণ করে, তাঁর বড় মেয়ে এশা দেওল সমাজমাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করেন। ধর্মেন্দ্রর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আমার প্রিয় বাবা… আমাদের চুক্তি, সবচেয়ে গভীর বন্ধন- জন্মজন্মান্তরের। স্বর্গে হোক বা পৃথিবীতে, আমরা সবসময় এক। আজ তুমি আমার সঙ্গে নেই, কিন্তু হৃদয়ের গভীরে প্রতিটি মুহূর্তে তোমাকে বহন করে চলেছি। জীবনের বাকি পথটুকু তুমি আমার হৃদয়েই থাকবে। এশা আরও জানান, তাঁর বাবার দেওয়া মূল্যবান স্মৃতিগুলো প্রতিস্থাপনযোগ্য নয়। তিনি বলছেন, তোমার নিঃশর্ত ভালোবাসা, শাসন, দিকনির্দেশ, শক্তি ও মর্যাদা আমাকে আজ যে মানুষ বানিয়েছে, তা কোনও কিছু দিয়ে মাপা যায় না। বাবার সুরক্ষামূলক আলিঙ্গন, শক্ত অথচ কোমল হাত, তাঁর নাম ধরে ডাক- সবকিছুই আজ মনে পড়ছে বলে এশা জানিয়েছেন। Kalyan Chatterjee Death: না-ফেরার দেশে 'প্রতিদ্বন্দীর' কল্যাণ চট্টোপাধ্যায়, কী হয়েছিল তাঁর? ধর্মেন্দ্রর ভাগ্নে ও অভিনেতা অভয় দেওলও স্মৃতিচারণে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি শেয়ার করেন ১৯৮৫ বা ’৮৬ সালের একটি পুরনো ছবি। ছোটবেলায় কোনও দুষ্টুমি করার পর অভয়কে বকাঝকা করা হয়েছিল। সে সময় ধর্মেন্দ্র তাকে কাছে ডেকে, পাশে বসিয়ে বলেছিলেন, আলোর দিকে তাকাও। ঠিক সেই মুহূর্তেই ফটোগ্রাফার ছবিটি তোলেন। অভয় লিখেছেন, আমি অপেক্ষা করছি সেই দিনের জন্য, যখন আবার তাঁর কাছ থেকে সেই একই কথাগুলো শুনতে পাবো। আজ তাঁর জন্মদিন, আর তাঁকে ভীষণভাবে মনে পড়ছে। Madhuri Dixit: 'আমায় কষ্ট দেবেন না', মাধুরীতে মুগ্ধ এমএফ হুসেন তাঁর ছবি আঁকতে গিয়েই যা বলেছিলেন.. অভিনেতার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীও স্বামীর স্মৃতিতে আবেগমথিত একটি পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, ধর্মজি আমার কাছে শুধু স্বামী নন- তিনি ছিলেন প্রেমময় বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, পরামর্শদাতা ও আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সুখে-দুঃখে, ভালো-মন্দে সবসময় তিনি ছিলেন আমার পাশে। ভারতীয় সিনেমার অন্যতম উজ্জ্বল নক্ষত্র ধর্মেন্দ্রর চলে যাওয়ায় তাঁর পরিবার, সহকর্মী ও অসংখ্য অনুরাগীর হৃদয়ে তৈরি হয়েছে এক চিরস্থায়ী শূন্যতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 11:22 am

‘বন্দে মাতরম’আলোচনার আগে বঞ্চনা ইস্যুতে সরগরম সংসদ, বাইরে বিক্ষোভে তৃণমূল

১০০ দিনের কাজের টাকা থেকে একাধিক পাওনা, পোস্টার হাতে প্রতিবাদে সাংসদরা।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 11:16 am

East Bengal vs FC Goa: ইস্টবেঙ্গলকে হারিয়েও সুপার কাপ জয়, খুশির মাথায় এ কী বললেন গোয়ার কোচ?

Manolo Marquez: ঘরের ট্রফি ঘরেই রইল। ২০২৫ সুপার কাপ জয় করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এফসি গোয়া (FC Goa)। আর সেইসঙ্গে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু'র যোগ্যতাও অর্জন করে ফেলেছে। তবে সুপার কাপ ফাইনালে এফসি গোয়া যে পারফরম্য়ান্স করেছে, তা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন মানোলো। তাঁর কথায়, আগামী এএফসি টুর্নামেন্টে খেলার মান আরও বাড়াতে হবে। পাশাপাশি সর্বোচ্চ স্তরে এমন পারফরম্য়ান্সকে অভ্যাাসে পরিণত করার কথাও জানিয়েছেন তিনি। ফাইনাল ম্য়াচের শেষে সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন মানোলো মার্কোয়েজ। সেখানে তিনি বললেন, 'প্রতি বছরই আমাদের প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট খেলতে হবে। নিজেদের খেলার মান বাড়ানোর জন্য প্রতি মরশুমেই আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। আর সেই যোগ্যতা ভাল ফুটবলারদের বিরুদ্ধে লড়াই করেই আসবে। নিজেদের খেলার মান আরও উন্নত করতে হবে।' সুপার কাপে রবিবাসরীয় ফাইনাল ম্য়াচ টাই-ব্রেকার পর্যন্ত গড়ায়। আর সেখানেই ইস্টবেঙ্গলকে (East Bengal FC) টেক্কা দেয় এফসি গোয়া। প্রসঙ্গত, এই ম্য়াচের ১২০ মিনিট পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। East Bengal FC: 'আমরাই ভাল খেলেছি...', ফাইনালে হারের পর মন্তব্য ইস্টবেঙ্গল কোচের ইস্টবেঙ্গলের প্রশংসায় পঞ্চমুখ মার্কোয়েজ এই ব্যাপারে স্পেনিয়ার্ড বললেন, 'এই টুর্নামেন্ট জেতার যোগ্যতা দুটো দলের মধ্যেই ছিল। ওরা (ইস্টবেঙ্গল) যথেষ্ট ভাল ফুটবল খেলেছে। কিন্তু, মনে রাখতে হবে যে ইস্টবেঙ্গল কিন্তু তুলনামূলক অনেকটাই কম প্রতিযোগিতামূলক ফুটবল খেলেছে। এবার আমরা অন্তত চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলার সুযোগ পেলাম। এই দুটো টুর্নামেন্টের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। অনেক সময় অনুশীলন করতেও সমস্যা হয়। কিন্তু, তা সত্ত্বেও এখানে (সুপার কাপ ফাইনাল) ১২০ মিনিট পর্যন্ত স্কোরবোর্ড ০-০ ধরে রাখা, সত্যিই প্রশংসনীয় ব্যাপার।' East Bengal FC vs FC Goa Match Report: নিভল মশাল, লড়েও শেষপর্যন্ত পরাস্ত ইস্টবেঙ্গল! ঘরের কাপ ঘরেই রাখল গোয়া অন্যদিকে, ইস্টবেঙ্গল দলের সহকারি কোচ বিনো জর্জ মনে করছেন যে তাঁর দল তুলনামূলকভাবে অনেক বেশি গোল করার সুযোগ পেয়েছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের থেকে তারা অনেকটাই ভাল ফুটবল খেলেছে। East Bengal vs FC Goa, Highlights: সাডেন ডেথে চরম লড়াই, শেষপর্যন্ত হারল ইস্টবেঙ্গল ম্যাচের শেষে বিনো জর্জ বললেন, 'সত্যি কথা বলতে কী, আমরা খারাপ খেলিনি। অনেক বেশি সুযোগ আমরা তৈরি করেছি। আপনাদের মনে রাখতে হবে যে ম্য়াচটা এফসি গোয়ার হোম গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল। সেখানে এই দাপুটে পারফরম্য়ান্স, মুখের কথা নয়। আমরা যথেষ্টই ভাল খেলেছি। কিন্তু, পেনাল্টি শ্যুটআউটে কী হবে, সেটা কেউ আগে থেকে বলতে পারে না।' মার্কোয়েজ় মনে করেন, ১২০ মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র এই ম্যাচের আসল মেজাজটা বুঝিয়ে দেয়। তিনি বললেন, 'এই অনুভূতিটা আমি প্রকাশ করতে পারব না। দুটো দলের কাছেই সুযোগ এসেছিল। আমাদের দুটো শট গোল পোস্টে লেগে ফিরে এসেছে। গোল করার সবথেকে সহজ সুযোগ ছিল। দুটো দলই ভাল ফুটবল উপহার দিয়েছে। এটা যথেষ্ট ট্যাকটিকাল একটা ম্য়াচ ছিল। আর সেটা স্কোর বোর্ডই যথার্থ সুবিচার করেছে।' East Bengal FC, Super Cup 2025 Final: 'ইস্টবেঙ্গল ক্লাবের গুরুত্ব...', ফাইনালের আগে চরম হুঙ্কার লাল-হলুদ অধিনায়কের সঙ্গে তিনি আরও যোগ করেন, 'অনেকেই বলেন যে পেনাল্টি শ্যুট-আউট নাকি আসলে লটারির মতো। তবে আমি সেকথা বিশ্বাস করি না। আমার মনে হয়, দুটো দল মৃতপ্রায় হয়ে গিয়েছিল। আর সেকারণেই ম্য়াচটা এই জায়গায় এসে পৌঁছেছে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 11:15 am

Weekend getaway: কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টায় পৌঁছোন স্বপ্নের স্বর্গে! বাংলার এই প্রান্ত শীতকালীন পর্যটনের বিরল রত্ন

Nature photography spots: শীত পড়তেই প্রকৃতি প্রেমীদের উত্সাহ চরমে ওঠে। ঠান্ডা হাওয়ার আমেজে শহরের কোলাহল ছেড়ে ভ্রমণের জন্য মানুষ খুঁজতে থাকেন কাছের কোনও শান্ত, নিরিবিলি সবুজে ঘেরা জায়গা। সেই তালিকায় প্রতি বছরই একটি নাম বিশেষভাবে উঠে আসে, পূর্ব বর্ধমানের চুপি পাখিরালয়। রাজ্যের অন্যতম সুন্দর পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত এই জায়গা এখন শীতকালে পর্যটকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। চুপি পাখিরালয়ের বিস্তীর্ণ জলাভূমি, সবুজ বনানী আর শান্ত পরিবেশ শীতের ভোরকে করে তোলে আরও মায়াবী। প্রতিবছর নভেম্বরের শেষ দিক থেকেই এখানে ভিড় জমাতে শুরু করে কয়েক হাজার পরিযায়ী পাখি। সাইবেরিয়া, লাদাখ, তিব্বত ও উত্তর এশিয়ার বিভিন্ন দেশ থেকে নানা প্রজাতির পাখি এখানে এসে আশ্রয় নেয় ঠান্ডার মরসুমে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল বেণুবগলা, রাজহাঁস, পানকৌড়ি, খেয়াল, গাঙচিল, বাউই, ল্যাপউইংসহ আরও বহু প্রজাতি। আরও পড়ুন- সবুজ পাহাড়ে ঘেরা এক চিলতে গ্রাম, হদয় জুড়নো মায়াবী পরিবেশে যেন স্বর্গসুখ! শীতের রোদে জলকেলি, দল বেঁধে উড়ে যাওয়া পাখির ঝাঁক এবং চুপির অদ্ভুত নীরবতা, এসব মিলিয়ে তৈরি হয় চমৎকার এক প্রাকৃতিক পরিবেশ। পাখিপ্রেমী, ফটোগ্রাফার অথবা পরিবার নিয়ে পিকনিক, সব ধরনের মানুষের জন্যই আদর্শ গন্তব্য চুপি পাখিরালয়। সম্প্রতি পর্যটকদের সুবিধার জন্য স্থানীয় প্রশাসন বোটিংয়ের ব্যবস্থা, থাকার জায়গা এবং দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার বিশেষ গাইড পরিষেবাও চালু করেছে। আরও পড়ুন- হৃদয় জুড়নো পরিবেশ! তাকলাগানো শোভা! শীত যাপনের সেরা ঠিকানা উত্তরবঙ্গের এই পাহাড়ি গ্রাম কলকাতা থেকে চুপি পাখিরালয়ের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটারের মতো। গাড়িতে গেলে পৌঁছতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। নৈহাটি–বর্ধমান লাইনের ট্রেনে বর্ধমান পৌঁছে সেখান থেকে গাড়িতে করে সহজেই যাওয়া যায় পাখিরালয়ে। আরও পড়ুন- weekend getaway:সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন বাড়ি, ঘুরে আসুন কলকাতার কাছেই অসাধারণ এই প্রান্ত থেকে! শীতের সকালে পাখিদের কলতান, আর সন্ধ্যার মৃদু আলোয় বিস্তীর্ণ জলাভূমির সৌন্দর্য, সব মিলিয়ে পূর্ব বর্ধমানের চুপি পাখিরালয় হয়ে উঠেছে রাজ্যের শীতকালীন পর্যটনের বিরল রত্ন। প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চাইলে বা ব্যস্ততা থেকে দূরে শান্ত পরিবেশে একটু মুক্তি পেতে চাইলে এই শীতে চুপি পাখিরালয় নিঃসন্দেহে সেরা পছন্দ।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 11:09 am

আট ফ্রাঞ্চাইজি অংশ নেবে প্রতিযোগিতায়, জেলাজুড়ে শুরু বেঙ্গল সুপার লিগের ট্রফি-যাত্রা

প্রতিযোগিতা শুরু হওয়ার আগে পর্যন্ত এই ট্রফি ট্যুর হবে সেই সব জেলায়, যেখান থেকে বিএসএলে প্রতিনিধিত্ব করবে দলগুলো।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 11:06 am

Entertainment Latest Live News Updates: না ফেরার দেশে বাংলার বিখ্যাত অভিনেতা

Kalyan Chatterjee Death: বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় না–ফেরার দেশে পাড়ি দিলেন। বহুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন তিনি, পাশাপাশি ম্যালেরিয়া, টাইফয়েডের মতো সংক্রমণও, তাঁর শারীরিক অবস্থাকে আরও দুর্বল করে দেয়। শেষ পর্যন্ত ৮৯ বছর বয়সে, এম. আর. বাঙ্গুর সুপারস্পেশালিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিজ্ঞ অভিনেতা। তাঁর প্রয়াণে টলিপাড়া শোকস্তব্ধ, শিল্পী মহলে নেমে এসেছে গভীর বিষাদের ছায়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 11:02 am

Wedding Bedroom Decor: কীভাবে সাজাবেন নবদম্পতির ঘর? ফুলশয্যার সময় মাথায় রাখুন বাস্তুর এই নিয়মগুলি

Wedding Bedroom Decor: অগ্রহায়ণ মাস এলেই বাংলার ঘরে ঘরে সাজতে শুরু করে বিয়ের মরশুম। বিয়ে মানেই আনন্দ, আত্মীয়স্বজনের ভিড়, হাসি-আনন্দ আর নতুন জীবনের সূচনা। বিয়ের প্রস্তুতি যতটা মেয়ের বাড়িতে চলে, ততটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ছেলের বাড়িতেও। কারণ, নবদম্পতির ঘর সাজানোটা খুব গুরুত্বপূর্ণ। কারণ নবদম্পতির প্রথম রাত্রি এবং পরবর্তী দাম্পত্যজীবন অনেকটাই নির্ভর করে তাঁদের থাকার ঘরের পরিবেশের ওপর। তাই ফুলশয্যার ঘর শুধুই সাজসজ্জার ব্যাপার নয়—এর সঙ্গে জড়িয়ে থাকে মানসিক স্বস্তি, শান্তি, ভালোবাসা এবং শুভ শক্তির প্রবাহ। অনেকেরই বিশ্বাস, নতুন দাম্পত্যজীবন সুখী ও মধুর রাখতে ঘরের পরিবেশ খুব বড় ভূমিকা নেয়। বাঙালি পরিবারে তাই বিয়ের আগে থেকেই ছেলেবাড়িতে নবদম্পতির জন্য আলাদা ঘর সাজানোর আয়োজন শুরু হয়ে যায়। ঘরের রং, আলো, খাটের অবস্থান, বিছানার চাদর, ফুলের ব্যবহার—সব কিছুই সেখানে গুরুত্ব পায়। বাস্তু শাস্ত্রেও বলা আছে, সঠিক দিক ও সঠিক সাজসজ্জায় শোয়ার ঘর থাকলে সম্পর্ক আরও গভীর হয়, মন শান্ত থাকে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ে। আরও পড়ুন- সুপারি দিয়ে এই উপায়গুলি করলেই জীবনে আসবে উন্নতির স্রোত! নবদম্পতির ঘরের রং নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের দেওয়ালে গাঢ় বা খুব ডার্ক রং ব্যবহার করা উচিত নয়। কারণ অতিরিক্ত গাঢ় রং মাথায় চাপ ফেলে, অস্থিরতা বাড়ায় এবং মানসিক শান্তি কমিয়ে দেয়। বরং হালকা আকাশি, গোলাপি, সাদা, লাইট ক্রিম বা হালকা হলুদ রং ব্যবহার করলে ঘরে প্রশান্তি আসে। এই রঙের পরিবেশ নবদম্পতির মনকে কোমল, শান্ত এবং ইতিবাচক রাখে। প্রথম রাত্রির অনুভূতি যে কতটা নরম, তা পরিবেশই ঠিক করে দেয়। আরও পড়ুন- ৭–১৩ ডিসেম্বর ২০২৫, কারা জিততে পারেন লটারি, দেখে নিন এখানে ফুলশয্যার বিছানার চাদর নিয়েও কিছু নিয়ম মানা হয়। অনেকেই লাল রঙের চাদর ব্যবহার করতে ভালোবাসেন, কারণ লাল রং ভালোবাসার প্রতীক। কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী পুরোপুরি লাল চাদর এড়ানো ভালো। কারণ এটি চোখে বাড়তি চাপ ফেলে এবং ঘরের পরিবেশকে অতিরিক্ত আবেগপূর্ণ করে তোলে। তার বদলে হালকা রঙের চাদর বেশি শুভ বলে মনে করা হয়। চাইলে হালকা ব্যাকগ্রাউন্ডে লাল রঙের নকশা বা কাজ করা চাদর ব্যবহার করা যেতে পারে। এতে সৌন্দর্য যেমন বাড়ে, তেমনই মানসিক ভারসাম্যও বজায় রাখে। আরও পড়ুন- বর্ষশেষে এই ডিসেম্বরে কোন রাশির সম্পর্কে বাড়বে উষ্ণতা, কার শীতলতা? দেখে নিন বিয়ের পর নবদম্পতির ঘর বাড়ির কোন দিকে হওয়া উচিত, তা নিয়েও প্রচলিত নিয়ম আছে। বাস্তু মতে, যদি ঘরটি দক্ষিণ-পশ্চিম দিকে হয় তবে দাম্পত্যজীবন আরও স্থায়ী ও দৃঢ় হয়। এই দিক সম্পর্কের স্থায়িত্ব বাড়ায়। আবার উত্তর-পশ্চিম দিক মানসিক শান্তি, পারস্পরিক বোঝাপড়া এবং স্বস্তি আনে। তাই নবদম্পতির ঘর সাজানোর সময় পরিবারের অনেকে এই দিকগুলি খেয়াল রাখেন। আরও পড়ুন- বাড়িতে থাকা পাঁচটি পবিত্র গাছ কাটলে রুষ্ট হন শিব–শনিদেব, ঘনায় অমঙ্গলের ছায়া! খাট নির্বাচনের ক্ষেত্রেও কিছু প্রচলিত বিশ্বাসও রয়েছে। লোহার খাট ব্যবহার না করা ভালো মনে করা হয়, কারণ এটি নাকি নেতিবাচক শক্তি টেনে আনে। কাঠের খাট সব সময়ই শুভ বলে ধরা হয়। কাঠ প্রকৃতির প্রতীক, যা দাম্পত্যে শীতলতা ও শান্তির প্রতীক হিসেবে কাজ করে। খাটের পিছনের দিক দেয়ালে থাকলে নিরাপত্তাবোধ জন্মায় এবং ঘরে একধরনের স্থিতিশীলতা তৈরি হয়। তবে খাটের নীচে কখনই অপ্রয়োজনীয় জিনিস, বাক্স বা পুরোনো কাপড় রাখা উচিত নয়। এতে ঘরে অশান্তি, ভুল বোঝাবুঝি বা মানসিক চাপ তৈরি হতে পারে। পরিষ্কার-পরিচ্ছন্ন খাট দাম্পত্যে শান্তির অন্যতম শর্ত। ফুলশয্যার ক্ষেত্রে ফুল সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। নকল ফুল বা প্লাস্টিকের ফুল কখনই ব্যবহার করা উচিত নয়। আগের দিনের বাসি ফুলও একদম বারণ। কারণ বাসি ফুল ঘরে স্থবিরতা আনে। বরং সদ্য তোলা টাটকা ফুলেই সাজানো উচিত বিয়ের ঘর। গোলাপ ভালোবাসার অনুভূতি বাড়ায়, জুঁই মিষ্টি সুবাসে মনকে শান্ত করে, আর রজনীগন্ধা ঘরে সৃষ্টি করে এক বিশেষ রোমান্টিক পরিবেশ। এসব ফুলের মৃদু সুগন্ধ নবদম্পতির মধ্যে ঘনিষ্ঠতা বাড়ায় এবং মনে স্বস্তি আনে। আলোর ব্যাপারেও যত্ন নেওয়া প্রয়োজন। খুব উজ্জ্বল আলো এড়িয়ে চলাই ভালো। নরম, উষ্ণ আলোর পরিবেশ দাম্পত্যে একধরনের নিরাপদ ও আরামদায়ক অনুভূতি তৈরি করে। অনেকে মোমবাতি বা সুগন্ধী মোম ব্যবহার করেন, যা পরিবেশকে আরও রোমান্টিক করে তোলে। হালকা সুগন্ধি এসেনশিয়াল অয়েলও ব্যবহার করা যেতে পারে, চাইলে ঘরে হালকা ধূপ জ্বালানো যেতে পারে। নতুন জীবনের শুভ সূচনা সব শেষে বলতে হয়, নবদম্পতির ঘর সাজানো মানে শুধু সাজসজ্জা নয়—এটি এক নতুন জীবনের শুভ সূচনা। ভালোবাসা, সম্মান, শান্তি এবং মধুরতার ভিত্তি তৈরি হয় ঠিক এই জায়গাটিতেই। তাই বিয়ের অন্যান্য আয়োজনের মতোই নবদম্পতির ঘর সাজাতেও ভালোবাসা এবং যত্ন থাকা প্রয়োজন। সঠিক পরিবেশই দাম্পত্যজীবনের প্রথম পদক্ষেপকে করে তুলতে পারে আরও সুন্দর এবং মধুর।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 10:59 am

SIR: সোনাগাছিতে বিশেষ শিবির! SIR ইস্যুতে যৌনকর্মীদের পাশে দাঁড়াল নির্বাচন কমিশন

Kolkata News: SIR পর্বে এনুমারেশন ফর্ম জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই পদক্ষেপে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন যৌনপল্লীর বাসিন্দারা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এসআইআর-সংক্রান্ত নানা জটিলতা ও অনিশ্চয়তার কথা জানিয়ে যৌনকর্মীদের নিয়ে কাজ করা একাধিক সংগঠন এর আগেই নির্বাচন আধিকারিককে চিঠি দিয়েছিল। অভিযোগ, এসআইআর শুরু হতেই রাজ্যের নানা প্রান্তে যৌনপল্লী ছেড়ে আতঙ্কে অনেকেই এলাকা ছাড়ছেন। আরও পড়ুন- West Bengal News Live Updates: কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠক, প্রকাশ্য জনসভায় থাকতে পারে বড় চমক? ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া তাঁদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে বলেই দাবি সংগঠনগুলির। এজন্য আতঙ্ক দূর করতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছিল। অবশেষে সেই আর্জিতে সাড়া দিয়েছে কমিশন। সিইও-র নির্দেশে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় যৌনকর্মীদের সমস্যার দ্রুত সমাধানে বিশেষ পদক্ষেপ নিতে শুরু করেছেন নির্বাচন আধিকারিকরা। আরও পড়ুন- MP trio dance video: রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে একসঙ্গে স্টেজে তিন সাংসদ! কঙ্গনা–মহুয়া–সুপ্রিয়ার নাচের ভাইরাল ভিডিও-তে বিস্ফোরণ আগামী ৯ ডিসেম্বর থেকে কলকাতার সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে এনুমারেশন ফর্ম নিয়ে বিশেষ শিবিরের আয়োজন করা হবে। এই শিবিরগুলোতে নির্বাচন কমিশনের আধিকারিকরা উপস্থিত থেকে যৌনকর্মীদের ফর্ম পূরণে সহায়তা, নির্দেশিকা ব্যাখ্যা, এবং যেকোনো সমস্যার সমাধান করবেন। আরও পড়ুন- Babri Mosque: বাবরি মসজিদের দানে নোটের পাহাড়! টাকা গোনার লাইভে তোলপাড়! কোথা থেকে এলো এত দান? যৌনকর্মী সংগঠনগুলির দাবি, কমিশনের এই দ্রুত উদ্যোগে তাঁদের দীর্ঘদিনের আতঙ্ক অনেকটাই কমবে এবং ভোটার তালিকা সংশোধনের কাজে অংশগ্রহণ আরও সহজ হবে। ফলে নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন সংগঠন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 10:46 am

চোট সারিয়ে অবশেষে কামব্যাক, কটকে ভারতীয় দলে যোগ দিলেন শুভমান গিল

সহ-অধিনায়কের দলে যোগ ভারতকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 10:45 am

প্রথম ভারতীয় ক্লাব হিসাবে সাফ চ্যাম্পিয়নশিপে নামছে ইস্টবেঙ্গল, আত্মবিশ্বাসী মশাল গার্লস

ইস্টবেঙ্গল মহিলা দলের এটি দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 10:36 am

East Bengal FC: 'আমরাই ভাল খেলেছি...', ফাইনালে হারের পর মন্তব্য ইস্টবেঙ্গল কোচের

East Bengal FC: সুপার কাপ ফাইনালে (Super Cup 2025) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে পরাজয় স্বীকার করেছে ইস্টবেঙ্গল এফসি। রবিবার (৭ ডিসেম্বর) গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হয়েছিল। ম্য়াচের ১২০ মিনিট পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। অবশেষে সাডেন ডেথে নির্ধারিত হয় খেলার ফলাফল। এফসি গোয়া (FC Goa) ৬-৫ গোলে জয়লাভ করেছে। East Bengal FC vs FC Goa Match Report: নিভল মশাল, লড়েও শেষপর্যন্ত পরাস্ত ইস্টবেঙ্গল! ঘরের কাপ ঘরেই রাখল গোয়া মাঠে দল পরিচালনা করলেন বিনো জর্জ লাল কার্ড দেখার জন্য এই ম্য়াচে ইস্টবেঙ্গলের সাইড লাইনে দাঁড়াতে পারেননি দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ। তাঁকে স্ট্যান্ডে দেখতে পাওয়া যায়। বদলে ইস্টবেঙ্গল দলকে মাঠে পরিচালনা করলেন দলের সহকারি কোচ বিনো জর্জ (Bino George)। এই পরাজয়ের পর বিনো হতাশ হলেও, ফুটবলারদের পাশেই দাঁড়ালেন। জানিয়ে দিলেন, তাঁর দল যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। East Bengal vs FC Goa, Highlights: সাডেন ডেথে চরম লড়াই, শেষপর্যন্ত হারল ইস্টবেঙ্গল ম্যাচের শেষে বিনো জর্জ বললেন, 'সত্যি কথা বলতে কী, আমরা খারাপ খেলিনি। অনেক বেশি সুযোগ আমরা তৈরি করেছি। আপনাদের মনে রাখতে হবে যে ম্য়াচটা এফসি গোয়ার হোম গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল। সেখানে এই দাপুটে পারফরম্য়ান্স, মুখের কথা নয়। আমরা যথেষ্টই ভাল খেলেছি। কিন্তু, পেনাল্টি শ্যুটআউটে কী হবে, সেটা কেউ আগে থেকে বলতে পারে না।' East Bengal FC, Super Cup 2025 Final: 'ইস্টবেঙ্গল ক্লাবের গুরুত্ব...', ফাইনালের আগে চরম হুঙ্কার লাল-হলুদ অধিনায়কের গোল মিস করলেন রশিদ-বিষ্ণু এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবাসরীয় ফাইনাল যখন পেনাল্টি শ্যুটআউটে গড়ায়, তখন দুটো দলের মধ্যেই টান-টান উত্তেজনা দেখতে পাওয়া যায়। দুই দলের হয়েই একটি করে স্পট কিক মিস করেন বোরহা হেরেরা এবং মহম্মদ রশিদ। এরপর ম্য়াচ গড়ায় সাডেন ডেথে। সেখানে একটি শট মিস করলেন পিভি বিষ্ণু। অবশেষে সাহিল তাভোরার গোল লাল হলুদের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। East Bengal FC Today Match: এই ছোট্ট উপায়ে সুপার কাপ জিততে চায় ইস্টবেঙ্গল, ইঙ্গিত বিনো জর্জের বিনো জর্জ আরও জানালেন, 'এই ম্যাচের প্রথমার্ধে আমরা দাপুটে পারফরম্যান্স করেছিলাম। ওদের থেকে অনেক বেশি সুযোগ তৈরি করেছিলাম। তবে এটাই ফুটবল খেলা। জয়-পরাজয় আসলে খেলারই অংশ। ফুটবল আসলে প্রত্যেকের সমবেত খেলা। সকলের কাছেই গোল করার সুযোগ থাকে। ফলে কোনও একজনকে কাঠগড়ায় তোলা একেবারে উচিত হবে না। তবে একথা অনস্বীকার্য, আজকের ম্য়াচে আমরা তুলনামূলকভাবে অনেকটাই ভাল খেলেছিলাম।'

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 10:35 am

Weather Update |অগ্রহায়ণে স্বাভাবিকের নীচে তাপমাত্রা! কমছে পারদ, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অগ্রহায়ণেই স্বাভাবিকের নীচে তাপমাত্রা। বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপের কাঁটা সরে যাওয়ার পর থেকে দেশের উত্তর-পূর্ব দিক দিয়ে ঠান্ডা ও শুকনো বাতাস প্রবেশের পথ অনেকটাই সহজ হয়েছে। আর তার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ শীতের আমেজ পেতে শুরু করেছে। আবহাওয়া (Weather Update) নিয়ে কী আপডেট দিল হাওয়া অফিস?। সোমবার উত্তরবঙ্গের (North Bengal Weather Update) […] The post Weather Update | অগ্রহায়ণে স্বাভাবিকের নীচে তাপমাত্রা! কমছে পারদ, কী বলছে ওয়েদার রিপোর্ট? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 10:32 am

সাতদিন ধরে জারি অচলাবস্থা, সোমেও বাতিল ৩৫০ ইন্ডিগো উড়ান, কবে মিটবে যাত্রী ভোগান্তি?

ইন্ডিগো কর্তাদের দাবি ৯৫ শতাংশ পরিষেবা স্বাভাবিক।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 10:19 am

Mamata Banerjee |আজ কোচবিহারে মমতা, এসআইআর আবহে উত্তরে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর     

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আজ দু’দিনের কোচবিহার সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কলকাতা থেকে বিমানে বাগডোগরায় নেমে সেখান থেকে ফের আকাশ পথে কোচবিহার পৌঁছাবেন মমতা। এবিএন শীল কলেজের মাঠে হেলিকপ্টারে নামবেন তিনি। এদিন দুপুরে শহরে পৌঁছে তিনি বিকেল ৪টে নাগাদ কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক সভা করবেন। প্রশাসনিক বৈঠক শেষে সার্কিট হাউসেই তিনি রাত্রিযাপন করবেন। সূত্রের […] The post Mamata Banerjee | আজ কোচবিহারে মমতা, এসআইআর আবহে উত্তরে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 10:17 am

উত্তুরে হাওয়ার অবারিত দ্বার, রাজ্যে সপ্তাহভর দাপুটে ব্যাটিং শীতের!

জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 10:13 am

সরকার ভুল করলে সাত খুন মাফ?

তাপসরঞ্জন গিরি ‘আইন কি কেবল মাকড়সার জাল? যেখানে ছোটরা আটকে মরে, আর বড়রা দাপটে ছিঁড়ে বেরিয়ে যায়?’ -পুরোনো এই প্রবাদটি আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে যেন এক জ্বলন্ত বাস্তব। সাধারণ নাগরিকের জন্য আইনের শাসন একরকম, আর যাঁরা সেই শাসন পরিচালনা করছেন, তাঁদের জন্য যেন নিয়মগুলো সম্পূর্ণ আলাদা। ট্রাফিক সিগন্যালে লাল আলো অমান্য করলে সাধারণ বাইকচালকের লাইসেন্স বাতিল […] The post সরকার ভুল করলে সাত খুন মাফ? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 10:07 am

Kalyan Chatterjee Death: না-ফেরার দেশে 'প্রতিদ্বন্দীর' কল্যাণ চট্টোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

Kalyan Chatterjee Death: বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় না–ফেরার দেশে পাড়ি দিলেন। বহুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন তিনি, পাশাপাশি ম্যালেরিয়া, টাইফয়েডের মতো সংক্রমণও, তাঁর শারীরিক অবস্থাকে আরও দুর্বল করে দেয়। শেষ পর্যন্ত ৮৯ বছর বয়সে, এম. আর. বাঙ্গুর সুপারস্পেশালিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিজ্ঞ অভিনেতা। তাঁর প্রয়াণে টলিপাড়া শোকস্তব্ধ, শিল্পী মহলে নেমে এসেছে গভীর বিষাদের ছায়া। অভিনেত্রী চৈতি ঘোষাল সমাজমাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন- “কল্যাণ চ্যাটার্জি, এক আকাশের নিচে–র কানাই দা চলে গেলেন। আলভিদা।” ওই ধারাবাহিকে একসঙ্গে কাজের স্মৃতি আজও তাঁর কাছে অমূল্য। সাম্প্রতিক বছরগুলিতে স্বাস্থ্যজটিলতার কারণে কল্যাণ বাবু ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তবে শিল্পীসুলভ উষ্ণতা এবং সহকর্মীদের সঙ্গে, তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত স্নেহময়। দুঃসময় থেকে উদ্ধার চাইতে মহাগুরু মিঠুনকে চিঠি, কী এমন লিখেছিলেন রাজ? আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। সোহন বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ফোরামের সদস্যরা সাধ্যমতো তাঁর পাশে থাকার চেষ্টা করেছেন।” ফোরামের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, মরদেহ হাসপাতাল থেকে সরাসরি কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। কল্যাণ চট্টোপাধ্যায়ের অভিনয়-জীবন ছিল দীর্ঘ, বৈচিত্র্যময় এবং গভীরভাবে প্রশংসিত। তাঁর কর্মজীবনে রয়েছে প্রায় চারশো ছবির অভিজ্ঞতা। সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭১) ছিল তাঁর প্রথম ছবি—যা আজও বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে এক অনন্য স্থান দখল করে আছে। এর পর একে একে ‘আপনজন’ (১৯৬৮), ‘সাগিনা মাহাতো’ (১৯৭০), ‘ধন্যি মেয়ে’ (১৯৭১), ‘জনঅরণ্য’ (১৯৭৬)-এর মতো অসংখ্য কাল্ট ছবিতে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন বাংলা চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। Dipika Kakar: 'আমি শুধু আমার ছেলের জন্য', কেন একথা প্রকাশ্যে বললেন ক্যানসার আক্রান্ত দীপিকা? শুধু টলিউড নয়, বলিউডেও তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য। সুজয় ঘোষের হিট থ্রিলার ‘কাহানি’–তে ছোট হলেও স্মরণীয় চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ডিজিটাল দুনিয়াতেও তিনি সফলভাবে কাজ করেছেন। বিশেষ করে ‘তানসেনের তানপুরা’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র, কল্যাণ চট্টোপাধ্যায় ছিলেন, টলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতা এবং আর্টিস্ট ফোরামের সক্রিয় সদস্য। দীর্ঘদিনের অসুস্থতার লড়াই শেষে, তাঁর চলে যাওয়া, বাংলা বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 10:06 am

খুদে ফুটবলারদের ক্লিনিকে টিকিটাকা শেখাবেন মেসি, থাকবেন সুয়ারেজ-ডি’পলরাও

২০ জন খুদে ফুটবলার থাকবে এই ক্লিনিকে।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 10:00 am

অভিবাসীদের ‘চোর’তকমা, ভ্যান্সের ‘ভারতীয়’স্ত্রী-সন্তানদের আমেরিকা-ছাড়া করার নিদান!

প্রকাশ্যে স্ত্রীর ধর্মান্তরও চেয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 9:50 am

বিশ্বকাপে ব্যর্থ মনু ভাকের, সোনা জিতে হইচই ‘অখ্যাত’সিমরনপ্রীতের

পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩-পজিশনে রুপো জিতেছেন ঐশ্বর্য প্রতাপ সিং।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 9:37 am

স্থিতিশীল হলেও সংকটজনক! খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাল মেডিক্যাল বোর্ড

চিকিৎসার জন্য তাঁর লন্ডন যাত্রা ক্রমশই পিছিয়ে যাচ্ছে।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 9:28 am

Thailand-Cambodia |ফের উত্তপ্ত থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত, নিহত ১, জখম ৪

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠল থাইল্যান্ড-কম্বোডিয়া (Thailand-Cambodia) সীমান্ত। সূত্রের খবর, থাইল্যান্ডের সেনাবাহিনীর উপর আচমকা হামলা চালায় কম্বোডিয়ার সেনারা। তাতে থাইল্যান্ডের (Thailand) এক সেনা নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন ৪ জন। পালটা থাইল্যান্ডের তরফে এয়ার স্ট্রাইক করা হয়েছে। থাইল্যান্ড সেনার মুখপাত্র উইনথাই সুভারি অভিযোগ করেন, উবন রাচাথানি প্রদেশে তাদের সেনাদের উপর হামলা চালিয়েছে […] The post Thailand-Cambodia | ফের উত্তপ্ত থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত, নিহত ১, জখম ৪ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 8 Dec 2025 9:17 am

চাহাল-অংশুলদের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ, বাংলার স্বস্তি বাড়িয়ে দলে ফিরছেন শাহবাজ

এই ম্যাচের বিজয়ী দল যাবে পরের রাউন্ডে।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 9:04 am

ঝুঁকি নিতে নারাজ পুরসভা, ভূমিকম্প রুখতে নিউ মার্কেটে ‘সিসমিক বার’

মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশেই দ্রুত কাজ শুরু করতে উদ্যোগী পুরসভা।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 9:04 am

West Bengal News Live Updates: কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পর প্রকাশ্য জনসভায় থাকতে পারে বড় চমক?

Kolkata News live updates: আজ উত্তরবঙ্গের কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে তিনি প্রথমে প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকবেন। জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলি কতদূর এগিয়েছে, কোন ক্ষেত্রে ঘাটতি রয়েছে, তা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে জেলায় কর্মরত প্রশাসনিক কর্তাদের জন্য একগুচ্ছ নতুন নির্দেশও জারি করতে পারেন তিনি। এরপর আয়োজন করা হয়েছে প্রকাশ্য জনসভারও। এদিকে, জাতীয় স্তরে আজ সংসদে শুরু হয়েছে বিশেষ আলোচনা।শীতকালীন অধিবেশনে বিশেষ গুরুত্ব পাচ্ছে দেশের জাতীয় গান ‘বন্দেমাতারাম’। এই বছরেই গানের ১৫০ বছর পূর্তি। সেই উপলক্ষে বিশেষ আলোচনায় বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গানের ইতিহাস, অজানা তথ্য এবং এর সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরবেন তিনি। এই বিষয়ে আলোচনার জন্য ৮ ডিসেম্বর ও ৯ ডিসেম্বর, দুই দিনের নির্দিষ্ট সময় বরাদ্দ রাখা হয়েছে সংসদে। আরও পড়ুন- West Bengal Weather Update: বাংলায় বরফি ঠান্ডা! জমে যাওয়ার পরিস্থিতি, হতবাক আলিপুরও, আগামী ৩ দিনে বড় চমক অন্যদিকে, শীতের প্রকোপে কাঁপছে গোটা রাজ্য। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শীতের পথে বাধা হয়ে দাঁড়ানোর মতো কোনও আবহাওয়া সিস্টেম নেই বর্তমানে। আরও পড়ুন- MP trio dance video: রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে একসঙ্গে স্টেজে তিন সাংসদ! কঙ্গনা–মহুয়া–সুপ্রিয়ার নাচের ভাইরাল ভিডিও-তে বিস্ফোরণ ফলে উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে বইছে কনকনে ঠান্ডা। গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের বহু জেলায় রাতের তাপমাত্রা দ্রুত নামছে। আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস। আরও পড়ুন- Babri Mosque: বাবরি মসজিদের দানে নোটের পাহাড়! টাকা গোনার লাইভে তোলপাড়! কোথা থেকে এলো এত দান? উত্তরবঙ্গে শীতের তীব্রতা আরও বেশি। পাহাড়ি শহর দার্জিলিঙের তাপমাত্রা ইতিমধ্যেই নেমে পৌঁছেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হাড়কাঁপুনি হাওয়া আরও বাড়িয়ে দিচ্ছে শীতের আমেজ।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 9:03 am

Madhuri Dixit: 'আমায় কষ্ট দেবেন না', মাধুরীতে মুগ্ধ এমএফ হুসেন তাঁর ছবি আঁকতে গিয়েই যা বলেছিলেন..

১৯৯৯ সালে মাধুরী দীক্ষিত যখন তাঁর স্টারডমের উচ্চতায় দাঁড়িয়ে শ্রীরাম নেনেকে বিয়ে করে ডেনভারে পাড়ি দেন, তখন বহু ভক্তের মতো কিংবদন্তি শিল্পী এমএফ হুসেনও মন থেকে আঘাত পেয়েছিলেন। হুসেন মাধুরীকে তাঁর আজীবনের মিউজ হিসেবে দেখতেন, এবং তাঁকে কেন্দ্র করে তৈরি করেছিলেন অসংখ্য চিত্রকর্ম, যেগুলোতে তিনি স্বাক্ষর করতেন- “ফিদা” হিসেবে। ফায়ে ডি’সুজাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী জানান, ডেনভারে তাঁর বাড়িতে এসে হুসেন একদিন বলেছিলেন- “আমি আপনাকে সবসময় অভিনেত্রী মাধুরী দীক্ষিত হিসেবে দেখেছি। এবার আপনাকে মাধুরী দীক্ষিত হিসেবে দেখতে চাই।” তখন তাঁর দুই সন্তান - আরিন (২০০৩) এবং রায়ান (২০০৫)- জন্ম নিয়েছে, এবং তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ‘পার্বতী’-র ঘরে নতুন অতিথি! মা হলেন সোনারিকা ভাদোরিয়া মাধুরী স্মৃতি রোমন্থন করে বলেন, হুসেন যখন বাড়িতে তাঁর ছবি আঁকতে শুরু করেন, মাধুরী তাঁকে একদম আরামে- বিশ্রামে থাকতে বলেছিলেন। উত্তরে হুসেন বলেন- আপনি আমাকে শাস্তি দিচ্ছেন কেন? আমি আঁকলে সবথেকে বেশি স্বস্তি পাই। এই কথাই মাধুরীকে উপলব্ধি করায় যে, ঠিক যেমন তিনি ক্যামেরার সামনে নিজেকে খুঁজে পান, তেমনি হুসেন তাঁর শিল্পে নিজের অস্তিত্ব খুঁজতেন। ডেনভারে হুসেনের আগমনের আরও মজার স্মৃতি আছে তাঁর। হুসেন একটি ছোট রোলওয়ে ব্যাগ নিয়ে এসেছিলেন, যেখানে ছিল শুধুই কিছু রঙ এবং ক্যানভাস। মাধুরী ভেবেছিলেন সেখানে হয়তো তাঁর জামাকাপড় আছে। হাসতে হাসতে তিনি বলেন- “যখন বুঝলাম ব্যাগে শুধু রং, তখনই সিদ্ধান্ত হলো- এবার তাঁকে শপিংয়ে নিয়ে যেতে হবে!” Palash Muchchal statement: বিবাহ বাতিল! পলাশ মুছলের কঠোর সতর্কবার্তা, ‘মিথ্যা পোস্ট ছড়ালে...' হুসেন শুধু চিত্রশিল্পী নন, মাধুরীর প্রতি ভালোবাসা থেকেই সিনে নির্মাতা হয়ে ওঠেন। তাঁর পরিচালনায় ২০০০ সালের গজ গামিনী ছিল মাধুরীর প্রতি একটি শিল্পসম্মত শ্রদ্ধাঞ্জলি। মোহাব্বত ছবিতে মাধুরীর চরিত্র যে ছবিগুলি এঁকেছিল, সেগুলিও আঁকেন হুসেন নিজে। মধ্য ২০০০-এর সেই স্নেহময় ও অনুপ্রেরণাদায়ক সম্পর্কই মাধুরীকে আবারও অভিনয়ে ফিরে আসার শক্তি দেয়। ২০০৭ সালে তিনি আজ নাচলে ছবির মাধ্যমে কামব্যাক করেন এবং পরে ঝালক দিখলা জা–র বিচারক হন। ২০১১ সালে পরিবার সহ মুম্বইয়ে ফিরে এসে আবারও সক্রিয় হন। খুব শীঘ্রই তিনি দেখা দেবেন নাগেশ কুকুনুরের সিরিজ মিসেস দেশপান্ডে–তে। প্রসঙ্গে, এমএফ হুসেন ২০১১ সালে ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 9:02 am

SIR-এর মাঝে ‘পাশে থাকা’র সফরে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

দু'দিনের সফরে প্রশাসনিক ও রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সংবাদপ্রতিদিন 8 Dec 2025 8:44 am

MP trio dance video: রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে একসঙ্গে স্টেজে তিন সাংসদ! কঙ্গনা–মহুয়া–সুপ্রিয়ার নাচের ভাইরাল ভিডিও-তে বিস্ফোরণ

Mahua Moitra sangeet video: সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার সৃষ্টি করেছে একটি চমকপ্রদ ভিডিও। যেখানে একই মঞ্চে নাচতে দেখা গেল তিন ভিন্ন রাজনৈতিক দলের তিন সাংসদকে, কঙ্গনা রানাওয়াত, মহুয়া মৈত্র ও সুপ্রিয়া সুলেকে। মুহূর্তেই সেই ভিডিও হয়ে উঠেছে ভাইরাল, এবং নেটিজেনদের প্রতিক্রিয়ায় ভরে গেছে সোশ্যাল প্ল্যাটফর্ম। ঘটনাটি ঘটেছে শিল্পপতি-রাজনীতিবিদ নবীন জিন্দলের মেয়ের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে। সেখানেই এই তিন সাংসদকে দেখা যায় বলিউডের জনপ্রিয় গান দেওয়াঙ্গি দেওয়াঙ্গি-র তালে ঝলমলে পারফরম্যান্স করতে। শুধু উপস্থিত অতিথিরাই নন, ভিডিও দেখেই বিস্ময়ে ভাসছেন নেটিজেনরাও। আরও পড়ুন- Babri Mosque: বাবরি মসজিদের দানে নোটের পাহাড়! টাকা গোনার লাইভে তোলপাড়! কোথা থেকে এলো এত দান? রাজনৈতিক প্রেক্ষাপটে যাঁদের দেখা যায় পরস্পরের বিপরীত অবস্থানে দাঁড়াতে, তাঁদের এমন আড্ডা, হাসি-ঠাট্টা আর নাচের মুহূর্ত ছিল সত্যিই অপ্রত্যাশিত। আরও পড়ুন- West Bengal Weather Update: বাংলায় বরফি ঠান্ডা! জমে যাওয়ার পরিস্থিতি, হতবাক আলিপুরও, আগামী ৩ দিনে বড় চমক ভিডিও-তে দেখা যায়, কঙ্গনা রানাওয়াত উচ্ছ্বাসের সঙ্গে নাচছেন মহুয়া মৈত্র ও সুপ্রিয়া সুলের পাশে দাঁড়িয়ে। তাঁদের সঙ্গে সামিল ছিলেন নবীন জিন্দাল নিজেও। সঙ্গীতের আনন্দে এবং উৎসবের আবহে যেন বিভেদ গলে গিয়েছে এক মুহূর্তে, এবং এই বিরল দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। এর আগে সপ্তাহের শুরুতেই কঙ্গনা রানাওয়াত তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই নাচের রিহার্সালের কিছু ‘বিহাইন্ড দ্য সিন’ ছবি শেয়ার করেছিলেন। এক ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “ফিল্মি মোমেন্টস উইথ ফেলো পার্লামেন্টেরিয়ানস, হা হা! রিহার্সিং ফর নবীন জিন্দাল জি'স ডটার'স সঙ্গীত।” আরও পড়ুন- Humayun Kabir: ''আপাতত বিধায়ক পদ থেকে পদত্যাগ নয়'', নতুন দল গড়ায় হুমায়ুনের মাথায় কার হাত? জানলে চমকে যাবেন ছবিগুলিতে দেখা যাচ্ছিল তিন সাংসদের চর্চা, হাসি-মশকরা, আর হালকা আড্ডা, যা রাজনীতির গাম্ভীর্যের বাইরে এক বিরল মিলনমেলার ছবি তুলে ধরেছে। আরও পড়ুন- মাথার খুলি ভেঙে দেওয়ার হুমকি, শুভেন্দুকে বেলাগাম আক্রমণ, দাপুটে তৃণমূল নেতার মন্তব্যে তোলপাড় ভিডিও ও ছবিগুলো ভাইরাল হওয়ার পর অসংখ্য প্রতিক্রিয়া এসেছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশ্লেষক, অনেকেই প্রশংসা করেছেন এমন আনন্দঘন মুহূর্তের, যেখানে ভিন্ন মতাদর্শের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা গেল একই তালমিলিয়ে নাচতে, হাসতে, আনন্দে মেতে উঠতে।এই অপ্রত্যাশিত ‘ফিল্মি’ সহযোগিতাই এখন সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 8:40 am

Babri Mosque: বাবরি মসজিদের দানে নোটের পাহাড়! টাকা গোনার লাইভে তোলপাড়! কোথা থেকে এলো এত দান?

Humayun Kabir-donation controversy: বাবরি মসজিদ তৈরির উদ্দেশ্যে দান সংগ্রহকে কেন্দ্র করে জোর চর্চা। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতেই নাকি জমা পড়েছে দানের বিপুল টাকা। নিজেই সেই টাকা গোনার দৃশ্য লাইভ করে দেখিয়েছেন তিনি। মুহূর্তে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র আলোচনা। হুমায়ুন কবীরের দাবি, ৬ ডিসেম্বর ২০২৫, বাবরি মসজিদের শিলান্যাসের দিন থেকেই তিনি দান সংগ্রহ শুরু করেছেন। মাত্র এক দিনের মধ্যেই তাঁর বাড়িতে নাকি দানের টাকার পাহাড় জমেছে। বিধায়কের কথায়, মোট ১১টি ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা এসেছে সাধারণ মানুষের দান হিসেবে। পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিউআর কোডের মাধ্যমে জমা পড়েছে ৯৩ লক্ষ টাকা। আরও পড়ুন- West Bengal Weather Update: বাংলায় বরফি ঠান্ডা! জমে যাওয়ার পরিস্থিতি, হতবাক আলিপুরও, আগামী ৩ দিনে বড় চমক এত বিপুল অর্থ গোনা সহজ নয়। তাই পুরো প্রক্রিয়ার জন্য হুমায়ুন কবীর ৩০ জন কর্মী নিয়োগ করেছেন। আনা হয়েছে আধুনিক টাকা গোনার মেশিন, যাতে দ্রুত ও ভুলবিহীনভাবে টাকা গোনা যায়। পুরো টাকা গোণার কাজ চলছে সিসিটিভির কড়া নজরদারিতে, যা তিনি নিজেই উল্লেখ করেছেন। আরও পড়ুন- Adhir Chowdhury: ২৬-এর ভোটে হুমায়ুনের মাস্টারপ্ল্যান, বিরাট সিক্রেট ফাঁস করলেন অধীর, বাংলায় উপর নিয়ন্ত্রণ হারালেন মমতা? হুমায়ুন কবীর জানান, সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ অভিযোগ করছিলেন যে তিনি নাকি তৃণমূল বা বিজেপির টাকায় মসজিদ নির্মাণ করছেন। তিনি পাল্টা দাবি করেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও উদ্দেশ্যপ্রণোদিত। তাই স্বচ্ছতা বজায় রাখতেই তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে টাকা গোনার সম্পূর্ণ কাজ লাইভ দেখিয়েছেন।বিধায়কের বক্তব্য, “মানুষের দানেই তৈরি হবে আমার বাবরি মসজিদ। কারও রাজনৈতিক দলের ফান্ডিং নয়। তাই সব প্রমাণ নিয়েই লাইভ করেছি।” ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। সাধারণ মানুষের একাংশ হুমায়ুনের স্বচ্ছতা প্রচেষ্টাকে স্বাগত জানালেও, বিরোধীরা নতুন প্রশ্ন তুলতে শুরু করেছে দানের উৎস, হিসেব ও আইনি প্রক্রিয়া নিয়ে। আরও পড়ুন- মুঘলপ্রেমী বিধায়ক, হুমায়ুনকে খোঁচা, মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপের দাবি VHP-এর এদিকে সোশ্যাল মিডিয়ায় তাঁর লাইভ অর্থগণনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, দর্শকের সংখ্যা বাড়ছে প্রতি মুহূর্তে। ঘটনাটি ঘিরে উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 8:20 am

Harshit Rana: ২০২৭ বিশ্বকাপে 'পাকা' হর্ষিতের জায়গা? গোপন কথাটা ফাঁস করলেন গৌতম গম্ভীর

Harshit Rana: সম্প্রতি ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে। অনেকেই ইতিমধ্যে বলতে শুরু করেছেন, এই সিরিজ জয়ের হাত ধরেই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া। সিরিজের পর সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। Harshit Rana: আচমকা 'দুঃসংবাদ' ভারতীয় ক্রিকেট শিবিরে, হর্ষিতের সামনে চরম বিপদ! ইতিমধ্যে তিনি টিম ইন্ডিয়ার তারকা পেসার হর্ষিত রানাকে নিয়ে বড় কথা বললেন। এই মন্তব্য ভাইরাল হতেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। তবে কি ২০২৭ বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় হর্ষিত রানার জায়গা এখন থেকেই পাকা? Harshit Rana: 'ক্রিকেটই খেলতে পারব না', আচমকা এ কী বললেন হর্ষিত? হর্ষিত রানাকে নিয়ে বড় কথা বললেন গৌতম গম্ভীর সাংবাদিক বৈঠক চলাকালীন যখন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকে হর্ষিতের ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, ' হর্ষিতের মত ক্রিকেটারদের আমরা আরও বেশি করে ডেভেলপ করতে চাই। কারণ ৮ নম্বরে ব্যাট করার জন্য অন্তত সাপোর্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে এই দলে একটা ভারসাম্য থাকবে। আগামী দু'বছর (২০২৭ বিশ্বকাপ)পর দক্ষিণ আফ্রিকা সফরে যাব। সেখানে তিনজন পেস বোলারের প্রয়োজন হবেই। এই পরিস্থিতিতে হর্ষিত যদি একজন বোলিং অলরাউন্ডার হিসেবে এই দলে থাকে, তাহলে সেটা ভারতীয় ক্রিকেট দলের জন্যই ভাল হবে। জসপ্রীত বুমরাহ ফিরে এলে এই দলের বোলিং ডিপার্টমেন্ট আরও বেশি শক্তিশালী হবে। পাশাপাশি এই সিরিজে আর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা যথেষ্ট ভাল বল করেছে। সকলেই যথেষ্ট কম সুযোগ পেয়েছেন। কিন্তু তার মধ্যেও নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন।' Harshit Rana angry on Vaibhav Arora: বাটলারের সহজ ক্যাচ মিস করলেন বৈভব, রেগে কটমট করে তাকালেন হর্ষিত! হর্ষিতের সংক্ষিপ্ত কেরিয়ার টিম ইন্ডিয়ার এই তরুণ অলরাউন্ডার হর্ষিত রানার কেরিয়ার বেশ সংক্ষিপ্ত। এখনও পর্যন্ত তিনি ১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এরমধ্যে ২০.৫ গড়ে এবং ১২৮.১৩ স্ট্রাইক রেটে রান করেছেন। যদিও মাত্র ৪ ইনিংসে বল করার সুযোগ পান তিনি। রানা বল হাতে ২৫.৫৫ গড়ে মোট ২০ উইকেট শিকার করেছেন। Sanjay Manjrekar-Harshit Rana: টিম ইন্ডিয়ার তারকার প্রশংসায় পঞ্চমুখ মঞ্জরেকর, নবাগত হর্ষিতকে বাঁচাতে ধরলেন ব্যাট ইতিমধ্যে তার ইকোনমি রেট ছিল ৬.০১। এই ব্যাপারে হর্ষিতকে এখনও ঘষামাজা করতে হবে। বিশ্বকাপ শুরু হতে এখনও ১৮ মাস বাকি রয়েছে। এখনো পর্যন্ত কারোর আসনই সেইভাবে কনফার্ম নয়। জোরে বোলার হওয়ার সুবাদে চোটের আশঙ্কাও থেকে যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 8:00 am

Betel Nut Remedies: সুপারি দিয়ে এই উপায়গুলি করলেই জীবনে আসবে উন্নতির স্রোত!

Betel Nut Remedies: সুপারি বাঙালি জীবনের এক পরিচিত উপাদান। পুজো, নিত্যকর্ম, শ্রাদ্ধ থেকে শুরু করে অতিথি আপ্যায়ন—সর্বত্রই এর বিশেষ গুরুত্ব রয়েছে। শুধু ধর্মীয় কাজেই নয়, আধ্যাত্মিক বিশ্বাসেই সুপারি শক্তিশালী এনার্জি বহন করে বলে মনে করা হয়। বহু যুগ ধরে ভারতীয় জ্যোতিষশাস্ত্র, তন্ত্র, বৈদিক রীতি এবং লোকাচারে বিশ্বাস করা হয়, সুপারি মানুষের ভাগ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এর শক্তি নাকি বাধা দূর করে, আর্থিক উন্নতি ঘটায়, সম্পর্কের সমস্যা কমায় এবং ব্যক্তিগত জীবনে শান্তি আনে। আধুনিক যুগে বহু মানুষ এই ধরনের সুপারিকে কাজে লাগিয়ে কর্মজীবন, ব্যবসা, অর্থ, বিবাহ এবং ভাগ্যচক্রে উন্নতি ঘটিয়েছেন। সুপারির প্রয়োগ সুপারি মূলত স্থিতিশীলতার প্রতীক। এটি ‘মজ্জা’ ও ‘ধারণ’-এর শক্তিকে নির্দেশ করে, যার কারণে বিভিন্ন পূজায় সুপারি দিয়ে ভগবানকে স্থাপন করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, সুপারি এমন একটি জিনিস যা শক্তি ধরে রাখতে পারে এবং সেই শক্তিকে ব্যক্তির দিকে ফেরত দিতে পারে। ফলে যখন কোনও বিশেষ উদ্দেশ্যে সুপারি ব্যবহার করা হয়, তখন সেই শক্তি ব্যক্তির জীবনের বাধা দূর করে সাফল্যের পথ তৈরি করতে সাহায্য করে। অনেকের বিশ্বাস, সুপারি এমন এক এনার্জেটিক এলিমেন্ট যা মহাপরিবর্তনের দরজা খুলে দিতে সক্ষম। আরও পড়ুন- ৭–১৩ ডিসেম্বর ২০২৫, কারা জিততে পারেন লটারি, দেখে নিন এখানে আরও একটি বিশেষ বিষয় হল—সুপারি গণেশতত্ত্বের প্রতিনিধিত্বকারী। ভগবান গণেশ বাধা-বিঘ্ন অপসারণকারী দেবতা। তাই যে কোনও কাজ শুরুর আগে সুপারির মাধ্যমে গণেশ শক্তিকে আহবান করা শুভ বলে মানা হয়। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় অগ্রগতি এবং আর্থিক সমস্যা সমাধানের জন্য সুপারির ব্যবহারে এই গণেশ শক্তির আহ্বানই মূল ভিত্তি। আরও পড়ুন- বর্ষশেষে এই ডিসেম্বরে কোন রাশির সম্পর্কে বাড়বে উষ্ণতা, কার শীতলতা? দেখে নিন প্রথম গুরুত্বপূর্ণ উপায়টি আর্থিক সমস্যা দূর করার জন্য। বিশ্বাস করা হয় যে সুপারি দিয়ে বিশেষ উপায়ে গণেশের পূজা করলে অর্থ রোজগারের পথ খুলে যায়। সেই সুপারি পরে লাল অথবা হলুদ কাপড়ে বেঁধে টাকার স্থানে রাখলে সেই স্থানের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। অর্থের স্থিতিশীলতার জন্য সুপারি ব্যবহার (Betel Nut Remedies) এর পদ্ধতি বহু মানুষ অনুসরণ করেন। বাড়িতে টাকার ঘাটতি থাকলে, আয় বাড়াতে চাইলে কিংবা সঞ্চয়ে স্থায়িত্ব আনতে চাইলে এই রীতি বিশেষ উপকারী বলে মনে করা হয়। যাঁরা এই প্রয়োগ করেন, তাঁদের মতে, কয়েক সপ্তাহের মধ্যেই পরিবর্তন অনুভব করা সম্ভব। আরও পড়ুন- বাড়িতে থাকা পাঁচটি পবিত্র গাছ কাটলে রুষ্ট হন শিব–শনিদেব, ঘনায় অমঙ্গলের ছায়া! দ্বিতীয় উপায়টি মূলত কর্মজীবন এবং ব্যবসা উন্নতির জন্য। শনিবার সূর্যাস্তের পর অশ্বত্থগাছের নীচে প্রদীপ জ্বালিয়ে সেখানে একটি সুপারি এবং এক টাকার কয়েন রেখে দিলে তা অত্যন্ত শুভ বলে ধরা হয়। অশ্বত্থগাছকে শাস্ত্রে জীবন্ত দেবতা বলা হয়েছে এবং এটি সৌভাগ্য টেনে আনে বলেও মনে করা হয়। সারা রাত রেখে দেওয়া সেই সুপারি ও কয়েন পরদিন গাছের পাতা মোড়ে নিজের কাছে রাখলে কর্মজীবনে বাধা দূর হয়, পদোন্নতি আসে, ব্যবসায় নতুন সুযোগের দরজা খুলে যায়। এটি সুপারিকে কাজে লাগানোর সবচেয়ে জনপ্রিয় রীতি। আরও পড়ুন- সূর্যাস্তের পরে নিষিদ্ধ, ভুলেও করবেন না এই সব কাজ, রুষ্ট হতে পারেন লক্ষ্মী! তৃতীয় উপায়টি সাফল্য পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একটি লাল কাপড়ে সুপারি ও দুটো লবঙ্গ বেঁধে গণেশের সামনে রেখে বিশেষ প্রার্থনা করলে কাজ সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটিকে সৌভাগ্যের তাবিজ হিসেবেও ধরা হয়। বহু মানুষ গুরুত্বপূর্ণ দিন—যেমন ইন্টারভিউ, ব্যবসায়িক মিটিং, পরীক্ষার দিন বা চুক্তি স্বাক্ষরের সময় এই তাবিজ সঙ্গে রাখেন। এর ফলে মন স্থির থাকে এবং ইতিবাচক শক্তি কাজের সাফল্য এনে দেয়। চতুর্থ উপায়টি বাধা কাটানোর জন্য সবচেয়ে কার্যকর বলে মনে করা হয়। মঙ্গলবার পানপাতায় সিঁদুর ও ঘিয়ের মিশ্রণ দিয়ে স্বস্তিক এঁকে তার সঙ্গে সুপারি রেখে গণেশপুজো করলে জীবনের কঠিন বাধাগুলি ধীরে ধীরে সরে যেতে থাকে। যাঁরা দীর্ঘদিন ধরে একই সমস্যায় আটকে আছেন বা তাঁদের কোনও পরিকল্পনা বারবার ব্যর্থ হচ্ছে, তাঁরা এই উপায়টি অনুসরণ করলে ফল মেলে। শাস্ত্র মতে, পানপাতা মনোবাসনা পূরণকারিনী শক্তির প্রতিনিধিত্ব করে। শেষ উপায়টি বিয়ে সংক্রান্ত সমস্যার সমাধানে ব্যবহার করা হয়। রুপোলি বাক্সে সিঁদুর মাখানো সুপারি পূর্ণিমার আলোয় রাখলে সম্পর্কজনিত বাধা দূর হয় বলে বহু বিশ্বাসে উল্লেখ আছে। বিশেষত যাদের বিয়ে আটকে যাচ্ছে, সম্পর্ক এগোচ্ছে না কিংবা বারবার অপ্রত্যাশিত বাধা আসছে—তাদের জন্য এই পদ্ধতি দুর্দান্ত উপকারি বলেই মনে করা হয়। সব মিলিয়ে, সুপারি যেন কোনও জাদুকরি বস্তু। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যাকে একটি শক্তিশালী এনার্জেটিক মাধ্যম বলে মনে করা হয়। মানসিক শক্তি, আস্থা ও প্রার্থনার শক্তি মিলে সুপারি ব্যবহারের এই উপায়গুলি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটায়। দৈনন্দিন জীবনের দুঃসময়ে এগুলি মানসিক স্থিরতা, আস্থা এবং ইতিবাচক শক্তিকে বাড়িয়ে সাফল্যের পথ অনেকটাই সহজ করে দিতে পারে। এমনটাই বিশ্বাস অনেকেরই।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 8:00 am

West Bengal Weather Update: বাংলায় বরফি ঠান্ডা! জমে যাওয়ার পরিস্থিতি, হতবাক আলিপুরও, আগামী ৩ দিনে বড় চমক

Kolkata Weather Report: বাংলাজুড়ে জমে গেছে শীত। শহর থেকে জেলা, সর্বত্রই হু হু করে নামছে পারদ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা প্রবল। ফলে এ সপ্তাহেই রেকর্ড ঠান্ডায় কাঁপতে পারে রাজ্য। হু হু করে নামছে তাপমাত্রা এ মুহূর্তে শীত জাঁকিয়ে বসার জন্য রাজ্যে সবরকম অনুকূল পরিবেশই রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এখন শীতের পথে বাধা দেওয়ার মতো কোনও সিস্টেম সক্রিয় নেই। তাই আগামী কয়েক দিনে বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। আরও পড়ুন- Adhir Chowdhury: ২৬-এর ভোটে হুমায়ুনের মাস্টারপ্ল্যান, বিরাট সিক্রেট ফাঁস করলেন অধীর, বাংলায় উপর নিয়ন্ত্রণ হারালেন মমতা? দক্ষিণবঙ্গে জমাটি ঠান্ডা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঠান্ডার দাপট। সর্বত্রই তাপমাত্রার পতন দেখা যাচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ ১০–১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা নেমে আসছে ১০ ডিগ্রির কাছাকাছি। আরও পড়ুন- মুঘলপ্রেমী বিধায়ক, হুমায়ুনকে খোঁচা, মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপের দাবি VHP-এর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কনকনে হাওয়া আরও বাড়িয়ে দিচ্ছে শীতের অনুভূতি। পাশাপাশি কোথাও কোথাও সকালের দিকে ঘন কুয়াশার দাপটও দেখা যাচ্ছে। কলকাতায় শীতের বাড়বাড়ন্ত মহানগর কলকাতাতেও তীব্র শীতের অনুভূতি। শহরের তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রির নিচে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল দিনে কলকাতার তাপমাত্রা আরও কমতে পারে। আরও পড়ুন- বাবরি মসজিদের শিলান্যাস, হুমায়ুনকে খোঁচা ইকবাল আনসারির উত্তরবঙ্গে শীতের সুনামি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের তাণ্ডব। পাহাড়জুড়ে বইছে প্রচণ্ড হিমেল হাওয়া। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে পৌঁছেছে ৫ ডিগ্রিতে। কালিম্পংয়েও পারদ ঘোরাফেরা করছে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে। এ সময় চলছে পর্যটনের ভরা মরশুম। ফলে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়ছে পর্যটকের ভিড়। শীতের মজা উপভোগ করতে ব্যস্ত পাহাড়প্রেমীরা।শীতের এমন দাপটে জবুথবু গোটা বাংলা, আগামী কিছু দিনেও তেমনই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 7:39 am

Adhir Chowdhury: ২৬-এর ভোটে হুমায়ুনের মাস্টারপ্ল্যান, বিরাট সিক্রেট ফাঁস করলেন অধীর, বাংলায় উপর নিয়ন্ত্রণ হারালেন মমতা?

Adhir Chowdhury: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার ব্রিগেড পারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল 'পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ'। এরই পালটা 'লক্ষ কন্ঠে কোরান পাঠের' ঘোষণা হুমায়ুন কবীরের। ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে এই অনুষ্ঠান হতে চলেছে বলেই হুঙ্কার ছোঁড়েন ভরতপুরের বিধায়ক। তিনি বলেন, 'কোরান পাঠের পর মাংস ভাত খাইয়ে বাবরি মসজিদের কাজ শুরু করব'। বিজেপিকে নিশানা করে হুমায়ুন কবীর আরও বলেন, বাংলা দখল করার জন্য বিজেপি গীতা পাঠের আয়োজন করেছে। এই পরিস্থিতিতে সম্প্রীতির ডাক দিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর তরফে অনুষ্ঠানের আয়োজন করা হলেও গতকালের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই নিয়ে এবার খোঁচা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অধীর বলেন, গীতা পাঠ হোক বা মসজিদ নির্মাণ, নিজের নিজের ধর্ম পালন করার অধিকার সকলের আছে। এসব ছাড়াও বাংলায় আরও সমস্যা আছে সেগুলিকে গুরুত্ব দিতে হবে। তবে যেটা দরকার সেটা হল বাতাবরণটা সম্প্রীতির হতে হবে। কিন্তু সেটা হচ্ছে বলে মনে হচ্ছে না। আমরা একে অপরের বন্ধু হতে না পারলে বাইরের শক্তির হাত শক্ত হবে। দায়িত্ব সকলের এই দেশকে সুস্থ সবল স্বাভাবিক রাখার। বাংলা এমনিতেই পিছিয়ে গেছে এরপর অতল গহ্বরে তলিয়ে যাবে। সময় এসেছে এবার ভাবার। আরও পড়ুন- বাবরি মসজিদের শিলান্যাস, হুমায়ুনকে খোঁচা ইকবাল আনসারির এ্দিনের ভাষণে মমতা-মোদীর আঁতাতের বিরাটঅভিযোগ তুলে প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন, মমতা বিজেপির আদর্শগত দিক থেকে কোনদিন কোন বিরোধীতা করেন না। উনি নিজেই বলেছেন আরএসএস-এর সবাই খারাপ নয়। উনি বেছে বেছে বিজেপির নেতাদের নিশানা করেন। কখনও ওনার মুখে মোহন ভগবত, রাজনাথ সিংয়ের বিরোধীতা শুনতে পাবেন না। পশ্চিমবঙ্গে মমতার আমলে আরএসএসের শাখা সংগঠন হুহু করে বেড়েছে। মমতার নিজের বাংলার উপর আর কোন দখল নেই। ওঁর ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। আরও পড়ুন- SIR প্রক্রিয়ায় কত ফর্ম ডিজিটাইজেশনের কাজ কতদূর? কত নাম বাদ? জানিয়ে দিল কমিশন শনিবার বেলডাঙ্গা-রেজিনগরের মাঝে বাবরি মসজিদের শিলান্যাস প্রসঙ্গে অধীর বলেন, মমতা-মোদী রাজনীতি করলেও ধর্মপ্রাণ মুসলিমের আবেগকে কোনও ভাবে অস্বীকার করা যাবে না। একটা বড় অংশের মানুষ ধর্মীয় আবেগ থেকে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান হাজির ছিলেন। তাদের সেই আবেগকে উপেক্ষা করাটা ঠিক নয়। আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি আগামী ২২ ডিসেম্বর মিমের সঙ্গে হাত মিলিয়ে নতুন দল গড়ার কথা ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। পাশাপাশি তিনি কংগ্রেস, আইএফআফ, সিপিএমকে শরীক হতে আহ্বান জানিয়েছেন। এবিষয়ে অধীর চৌধুরী বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারব না। এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলের শীর্ষ নেতৃত্ব নেবে। ভোটের বাজারে সব কিছু হতে পারে। ওয়াইসি তো বসেই আছেন। বিহারে বিজেপির হাত শক্ত করে দিয়েছে। বাংলাতেও সেটাই করার চেষ্টা করছে। আরও পড়ুন- অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 7:10 am

Ajker Rashifal Bengali, 08 December 2025: আজ আপনার ভাগ্যে কী লেখা আছে? দেখুন রাশিফল

Ajker Rashifal Bengali, 08 December 2025: আজকের দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বেশ তাৎপর্যপূর্ণ। আজ যাঁরা জন্মদিন উদযাপন করছেন, পাশ্চাত্য মতে তাঁরা ধনু রাশির জাতক বা জাতিকা। এ দিনের ওপর প্রভাব বিস্তারকারী প্রধান গ্রহ হল শনি ও বৃহস্পতি। ৮ তারিখে জন্ম নেওয়ার ফলে শনির প্রভাব আপনার স্বভাব, ধৈর্য, সিদ্ধান্তক্ষমতা এবং জীবনের বাস্তব চিন্তাধারাকে আরও তীক্ষ্ণ করবে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের আজকের দিনটিতে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজ বা যোগাযোগে সাফল্য মিলবে। গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম বা লেখালেখির সঙ্গে জড়িত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। পারিবারিক প্রেক্ষাপটে ছোট ভাইবোনের সাহায্য মানসিক শান্তি আসবে। গার্মেন্টস বা টেক্সটাইল ব্যবসায় লাভের যোগ প্রবল। বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জাতকদের জন্য আজ মধ্যস্থতাকারী ভূমিকা এনে দিতে পারে অগ্রগতি ও অতিরিক্ত লাভ। ব্যবসায় কমিশন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। ছোট ভাই-বোনের সহযোগিতা আজ পরিবারে মানসিক স্বস্তি দেবে। গণমাধ্যম, কনটেন্ট ক্রিয়েশন বা ডিজিটাল পেশায় যুক্ত ব্যক্তিদের নতুন সুযোগ আসতে পারে। আরও পড়ুন- ৭–১৩ ডিসেম্বর ২০২৫, কারা জিততে পারেন লটারি, দেখে নিন এখানে মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জন্য আজকের দিন অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তির। ব্যবসায় ভালো রোজগার হতে পারে এবং পূর্বের বকেয়া পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। শ্যালক বা শ্যালিকার সহযোগিতা গৃহস্থালি সমস্যা সমাধানে সাহায্য করবে। আরও পড়ুন- বর্ষশেষে এই ডিসেম্বরে কোন রাশির সম্পর্কে বাড়বে উষ্ণতা, কার শীতলতা? দেখে নিন কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জন্য আজ মানসিক প্রশান্তি ও কর্মগত উন্নতির সময়। পরিবারে সুখবর আসতে পারে এবং চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও আজ লাভের দিন। আরও পড়ুন- বাড়িতে থাকা পাঁচটি পবিত্র গাছ কাটলে রুষ্ট হন শিব–শনিদেব, ঘনায় অমঙ্গলের ছায়া! সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকদের জন্য আজ ভ্রমণ বা পরিবহণ-সংক্রান্ত ব্যবসায় ভালো কামাইয়ের সুযোগ রয়েছে। বিদেশে থাকা ব্যক্তিদের কাজেও উন্নতি আসবে। পারিবারিক খরচ কিছুটা বাড়তে পারে, তবে আইনগত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন- সূর্যাস্তের পরে নিষিদ্ধ, ভুলেও করবেন না এই সব কাজ, রুষ্ট হতে পারেন লক্ষ্মী! কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের জন্য ভাই-বোন ও বন্ধুদের সহযোগিতা আজ বড় সম্পদ হবে। চাকরিতে বাড়তি উপার্জনের সুযোগ আসবে এবং ব্যবসায়ও উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কাজ শুরু করার জন্য দিনটি অনুকূল। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জন্য আজ কর্মজীবন খুবই শুভ। প্রভাবশালী কারও সাহায্যে বড় কোনও সুযোগ তৈরি হতে পারে। পিতার পরামর্শ যে কোনও গৃহস্থালি সমস্যায় কার্যকর হবে। আজকের সাফল্যের সম্ভাবনা তুলা রাশির জাতকদের জন্য খুবই বেশি। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জন্য বিদেশভ্রমণ, উচ্চশিক্ষা বা ধর্মীয় কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিদেশ-যোগ আজ খুবই শুভ ফল দিতে পারে। পড়াশোনায় মনোযোগী ছাত্রছাত্রীরাও ভালো ফল পেতে পারেন। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকদের জন্য ভাগ্য আজ বিশেষভাবে সহায়ক। ঝুঁকিপূর্ণ ব্যবসাতেও লাভের সম্ভাবনা আছে। শেয়ার বাজারে বিনিয়োগকারীরাও আজ ভালো লাভ করতে পারেন। ঋণ সংক্রান্ত জটিলতা দূর হওয়ার সুযোগ রয়েছে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জন্য আজ দাম্পত্য ও অংশীদারি ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। বিদেশ-যোগ ব্যবসায়ীদের জন্য আজ শুভফল বয়ে আনবে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জন্য সহকর্মীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসায় নতুন কাজ বা নতুন কর্মচারী নিয়োগের জন্য দিনটি উপযোগী। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের জন্য প্রেম, সৃজনশীলতা এবং শিক্ষাক্ষেত্রে আজকের দিন অত্যন্ত শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। আজকের শুভ রঙ নীল এবং হলুদ, যা আপনার সারা দিনের ইতিবাচক শক্তিকে আরও জাগ্রত করবে। শুভ সংখ্যা ৮, ১৭, এবং ২৬ জীবনে সঠিক পথে এগোতে সাহায্য করবে। আজকের শুভ সময় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ভাগে ছড়িয়ে রয়েছে, যা যে কোনও গুরুত্বপূর্ণ কাজ শুরু করার ক্ষেত্রে বিশেষ উপযোগী হতে পারে। চন্দ্রের অবস্থান কর্কট রাশিতে হওয়ায় সংবেদনশীলতা, পরিবারকেন্দ্রিক চিন্তা এবং আবেগঘন সিদ্ধান্ত আজ প্রাধান্য পাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 8 Dec 2025 6:00 am

কালান্তার ( ০৮ ডিসেম্বর ২০২৫ )

কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar

কি পি ই কালান্তর 8 Dec 2025 12:00 am

৬০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, নাসিকে দুর্ঘটনায় মৃত ৬, শোকপ্রকাশ মোদির

মৃতদের পরিবারকে ৫ লক্ষ্য টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 11:54 pm

টাকার জন্য নিত্য অত্যাচার! না পেয়ে স্বামীকে কুপিয়ে ‘খুনের চেষ্টা’, শ্রীঘরে বধূ-সহ ২

বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 11:32 pm

Super Cup |ইস্টবেঙ্গলের সুপার কাপ স্বপ্নভঙ্গ! টাইব্রেকারে গোয়ার হাতে শিরোপা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফাতোরদা স্টেডিয়ামে রবিবারের সন্ধ্যায় স্বপ্নভঙ্গ হল ইস্টবেঙ্গলের। রুদ্ধশ্বাস সুপার কাপ ফাইনালের নিষ্পত্তি হল টাইব্রেকারে, যেখানে ৬-৫ গোলে জয় ছিনিয়ে নিল গোয়া। এর ফলে দু’বছরের ব্যবধানে দ্বিতীয়বার সুপার কাপ জেতার ইস্টবেঙ্গলের আকাঙ্ক্ষা অধরাই রইল। অন্যদিকে, প্রথম দল হিসেবে গোয়া এই শিরোপা ধরে রাখার কৃতিত্ব অর্জন করল এবং আরও একবার এশীয় মঞ্চে খেলার […] The post Super Cup | ইস্টবেঙ্গলের সুপার কাপ স্বপ্নভঙ্গ! টাইব্রেকারে গোয়ার হাতে শিরোপা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 11:27 pm

বেরোনোর রাস্তা মাত্র দু’টি! গোয়ার নৈশক্লাবে অগ্নিকাণ্ডে সাসপেন্ড ৩ সরকারি আধিকারিক

পুলিশি জেরার মুখে স্থানীয় পঞ্চায়েত প্রধান।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 11:23 pm

প্রবেশপথ মাত্র দু’টি! গোয়ার নৈশক্লাবে অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক

পুলিশি জেরার মুখে স্থানীয় পঞ্চায়েত প্রধান।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 11:23 pm

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোকস্তব্ধ বিনোদন জগৎ

প্রয়াত অভিনেতার কেরিয়ারের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে একটি 'ধন্যি মেয়ে'।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 10:43 pm

‘এবার কাকে দোষ দেবে?’সুপার কাপে ইস্টবেঙ্গল হারতেই অস্কারের কাছে জবাবদিহি চাইছেন সন্দীপ

ইস্টবেঙ্গল হারায় মন খারাপও হচ্ছে সন্দীপের।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 10:38 pm

Mamata Banerjee |সোমবার দু’দিনের কোচবিহার সফরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি    

কোচবিহার: সোমবার কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে এবিএন শীল কলেজের মাঠে হেলিকপ্টারে নামবেন তিনি। বিকেলে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করবেন। প্রথমে শুধুমাত্র জনসভা করার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রবিবার ছুটির দিনেও প্রশাসনিক মহলে ব্যাপক তোড়জোড় দেখা গিয়েছে। মঙ্গলবার রাসমেলা মাঠে তৃণমূলের জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সোমবার প্রশাসনিক বৈঠক […] The post Mamata Banerjee | সোমবার দু’দিনের কোচবিহার সফরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 10:27 pm

মাণ্ডবী জলে নিভল মশাল, ইস্টবেঙ্গলকে হারিয়ে সুপার কাপ নিজেদের কাছে রাখল গোয়া

গোয়ার মাটিতে গোয়াকে হারিয়ে মরশুমে প্রথম ট্রফিজয়ের সুযোগ হাতছাড়া লাল-হলুদের।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 10:16 pm

বড়দিনে পার্ক স্ট্রিটের ধাঁচে সেজে উঠবে দিঘা, বর্ষবরণে সমুদ্রের মাঝে আতশবাজি প্রদর্শনী!

বর্ষবরণের রাতকে স্মরনীয় করতে আর কী কী পরিকল্পনা দিঘা-শংকরপুর উন্নয়ন পর্যদের?

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 10:11 pm

সোনালি বিবির চিকিৎসায় ছয় সদস্যের মেডিক্যাল টিম, হাসপাতালে দেখা করলেন অনুব্রত মণ্ডল

রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে সোনালি বিবিকে।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 10:08 pm

মাথার খুলি ভেঙে দেওয়ার হুমকি, শুভেন্দুকে বেলাগাম আক্রমণ, দাপুটে তৃণমূল নেতার মন্তব্যে তোলপাড়

মালদায় রাজনৈতিক উত্তাপ চরমে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জেলা সভাপতি ও মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। শনিবার রাতের ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় তৃণমূলের সংহতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। তাঁর মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। সভামঞ্চে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, পুরাতন মালদার ভাইস চেয়ারম্যান ফিকুল ইসলাম-সহ তৃণমূলের অন্যান্য নেতারা। বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বক্সী অভিযোগ করেন, রাতের অন্ধকারে বিরোধীরা নানাভাবে ষড়যন্ত্র করছে। সুর চড়িয়ে তিনি বলেন, “যে মাথা দিয়ে ষড়যন্ত্র করছে, সেই মাথার খুলি ভেঙে দেওয়া হবে।” পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কদর্য ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার অভিযোগ তোলেন তিনি। দাবি করেন, চাইলে তৃণমূল মালদায় শুভেন্দুকে “গাড়ি থেকে নামতে দেবে না।” বক্সীর আরও অভিযোগ, বিজেপি রাজ্যে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিরোধী দলনেতার অশালীন ভাষা এবং রাজ্যজুড়ে উত্তেজনা ছড়ানোর অভিযোগেই তিনি এমন কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বলে দাবি করেন। অন্যদিকে, বিষয়টি নিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী মালদায় এসেছিলেন। অনুষ্ঠানে মানুষের ঢল দেখে তৃণমূলের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই এখন উল্টোপাল্টা মন্তব্য করছে। হিম্মত থাকলে যা বলছে, করে দেখাক।”ঘটনার জেরে মালদা জেলায় রাজনৈতিক তাপমাত্রা আরও বেড়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরও পড়ুন- পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা, আসছেন মমতাও? আরও পড়ুন- অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি আরও পড়ুন- বাবরি মসজিদের শিলান্যাস, হুমায়ুনকে খোঁচা ইকবাল আনসারির

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 10:00 pm

Goa |গোয়া নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড: কাঠের আসবাবপত্রে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ার একটি নাইটক্লাবে ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার পুলিশ সূত্র জানা গিয়েছে, ক্লাবের কাঠের কাঠামো এবং আসবাবপত্রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া, ক্লাবে মাত্র দুটি বাইরে বেরনোর পথ (exit gates) থাকায় বহু মানুষ ভেতরে আটকা পড়েন। কর্তৃপক্ষ এও স্পষ্ট করেছে যে, কোনও বিস্ফোরণ ঘটেনি। […] The post Goa | গোয়া নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড: কাঠের আসবাবপত্রে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন! appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 10:00 pm

ভারতে ‘ডোনাল্ড ট্রাম্প এভিনিউ’! মার্কিন প্রেসিডেন্টের নামে রাস্তা হচ্ছে কোন শহরে?

বিদেশ মন্ত্রক ও মার্কিন দূতাবাসকে চিঠি দিল রাজ্য সরকার।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 9:59 pm

‘ধুরন্ধর’ছবির সঙ্গে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর বিশেষ যোগ, কোথায় মিল পাচ্ছেন দর্শকরা?

'ধুরন্ধর' ছবি নিয়ে দর্শক মহলে চলছে তুঙ্গে চর্চা।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 9:48 pm

Cricket Controversy: ফের কলঙ্কিত ক্রিকেট! অ্যাসেজে তোলপাড় করা ঝামেলা স্মিথ-আর্চারের, কী হয়েছিল?

গাব্বা টেস্ট ম্য়াচেও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ধামাকাদার পারফরম্য়ান্স অব্যাহত। আর সেকারণেই তারা দ্য অ্যাশেজ ২০২৫-২৬ (Ashes Series 2025-26) সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team) ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। গাব্বা টেস্ট ম্য়াচের দ্বিতীয় থেকে চতুর্থ দিন পর্যন্ত আয়োজক দল বিধ্বংসী পারফরম্য়ান্স করেছে। Ashes 2025: বদলে গেল অ্যাসেজের ইতিহাস, ২ দিনে ম্যাচ পকেটে পুরল অস্ট্রেলিয়া এই অসাধ্য সাধনের নেপথ্যে যাঁরা রয়েছেন, সেই তালিকায় সবার উপরে নাম রয়েছে স্টিভ স্মিথের (Steve Smith)। চতুর্থ দিন অস্ট্রেলিয়া ক্রিকেট দল যখন জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়েছিল, সেইসময় স্টিভ স্মিথ এবং জোফ্রা আর্চারের (Jofra Archer) মধ্যে একেবারে নোংরা ঝামেলা হয়। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। England vs Australia: ফের ডুবল ব্রিটিশ সূর্য, পারথের পর গাব্বাতেও জয়জয়কার অস্ট্রেলিয়ার! ঝামেলায় জড়ালেন স্টিভ স্মিথ এবং জোফ্রা আর্চার চতুর্থ দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস চলাকালীন যখন স্টিভ স্মিথ ব্য়াট করার জন্য মাঠে নামেন, সেইসময় ক্যাঙারু ব্রিগেড জয়ের একেবারে কাছাকাছি ছিল। এই পরিস্থিতিতে স্মিথ হাত খুলে খেলতে শুরু করেন। এমন একটা সময়ে স্মিথ একটু খোঁচা দিয়ে জোফ্রা আর্চারকে বলেন, 'যখন এই ম্য়াচে আর কিছু বাকি নেই, তখনও জোরে বল করছ, চ্যাম্পিয়ন।' এমন কথা শুনে আর্চার রীতিমতো রেগে যান। পরের বলেই তিনি বাউন্সার ডেলিভারি করেন। বলটা মিস করেন স্টিভ স্মিথ। এরপর আর্চার এগিয়ে এসে কিছু একটা বলেন। আর্চারের কথায় পালটা রেগে যান স্মিথও। এরপর তিনি আর্চারকে ২ চার এবং ১ ছক্কা মারেন। Jofra Archer Bowling: বল না আগুনের গোলা? আর্চারের সামনে 'চিৎপটাং' তারকা অজ়ি ব্যাটার দেখুন ভিডিও: So what was really said between Steve Smith and Jofra Archer? #Ashes match report: https://t.co/SkujfBPfzF pic.twitter.com/GOYLx0VRd7 — cricket.com.au (@cricketcomau) December 7, 2025 হেসেখেলে গাব্বা টেস্ট জিতল অস্ট্রেলিয়া পিঙ্ক বল টেস্টে বেন স্টোকস টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। জো রুট প্রথম ইনিংসে ১৩৮ রানে অপরাজিত থাকলেও ইংরেজরা মাত্র ৩৩৪ রানই করতে পারে। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসেই ৫১১ রান করে ফেলে। সেকারণে তারা একটা বড় লিড পেয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২৪১ রানেই গুটিয়ে যায়। সেকারণে অস্ট্রেলিয়ার সামনে এই ম্য়াচে জয়ের জন্য টার্গেট ছিল মাত্র ৬৫ রান। আর সেটা তারা সহজেই ২ উইকেট হারিয়ে হাসিল করে নেয়। অস্ট্রেলিয়া আগামী টেস্ট ম্য়াচে জয়লাভ করলেই এই সিরিজটা পকেটে পুরে ফেলতে পারবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 9:42 pm

Siliguri |সাধুর ছদ্মবেশে প্রতারণার চেষ্টা যুবকের, হাতেনাতে ধরে গণধোলাই দিল উন্মত্ত জনতা    

শিলিগুড়িঃ সাধুর বেশ ধরে এক গৃহবধূর গলায় থাকা সোনার চেন হাতিয়ে পালানোর চেষ্টা। কিন্তু শেষরক্ষা হল না। হাতেনাতে ধরা পড়ে গেল ছদ্মবেশী প্রতারক। কপালে জুটল গণধোলাই। রবিবার দুপুরে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিলিগুড়ির উত্তর একটিয়াশাল এলাকায়। জানা গিয়েছে, এদিন তিন-চারজন যুবক সাধুর বেশে ঘুরে বেরাচ্ছিলেন এলাকায়। তাঁরা সুযোগ বুঝে এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে এক […] The post Siliguri | সাধুর ছদ্মবেশে প্রতারণার চেষ্টা যুবকের, হাতেনাতে ধরে গণধোলাই দিল উন্মত্ত জনতা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 9:38 pm

দিঘার তাজপুর সৈকতে ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে কেয়া বন, অভিযুক্ত পিকনিক পার্টি

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকল।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 9:29 pm

গৌরবের ‘বিজয় দিবস’, ৮ মুক্তিযোদ্ধা-সহ কলকাতা আসছেন বাংলাদেশি অতিথিরা

রবিবার বিজয় দুর্গে এর সূচনা করেন ইস্টার্ন কমান্ডের সেনাকর্তা মেজর জেনারেল ভানগুরু রঘু।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 9:10 pm

এ যুগের মীরাবাই! প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণকে বিয়ে উত্তরপ্রদেশের তরুণীর, ভাইরাল ভিডিও

রীতিমতো ধুমধাম করে হল ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 9:06 pm

মেসেজে তিতিবিরক্ত? এবার WhatsApp গ্রুপ লিভ করলে টের পাবে না কাকপক্ষীও!

এখনই জেনে নিন পদ্ধতি।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 9:06 pm

‘অস্ত্রত্যাগে রাজি, তবে…’হামাসের শর্ত মানবে কি ইজরায়েল?

কী শর্ত দিল হামাস?

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 9:03 pm

কেন এত ‘পছন্দের’হর্ষিত? কারণ জানালেন গম্ভীর, বিশ্বকাপের পরিকল্পনাতেও থাকছেন তারকা পেসার

বিশ্বকাপে হর্ষিতকে নিয়ে কী পরিকল্পনা গম্ভীরের?

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 9:00 pm

IndiGo |উড়ান পরিষেবা স্বাভাবিকের পথে! ৬১০ কোটি রিফান্ড দিল ইন্ডিগো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo)-র পরিষেবা বিপর্যয়ের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইন্ডিগো ১৩৭টি গন্তব্যে ১,৬৫০-টিরও বেশি ফ্লাইট পরিচালনা করছে, যা গতকালের ১,৫০০ ফ্লাইটের চেয়ে বেশি। এয়ারলাইনটির সময়মতো যাত্রা শুরুর(On-Time Performance) হারও গতকালের ৩০ শতাংশ থেকে বেড়ে ৭৫ শতাংশে পৌঁছেছে। ফ্লাইট বাতিলের কারণে বিমান ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি […] The post IndiGo | উড়ান পরিষেবা স্বাভাবিকের পথে! ৬১০ কোটি রিফান্ড দিল ইন্ডিগো appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 8:47 pm

‘পারস্পরিক নির্ভরতার সম্পর্ক’, হাসিনার ‘দিল্লিবাস’নিয়ে আলোচনার মাঝে মন্তব্য ঢাকার কূটনীতিকের

‘মৈত্রী দিবসে’ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আর কী বললেন বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার?

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 8:45 pm