Delhi Blast: আটঘাট বেঁধে জায়গা নির্বাচন? সোমের বিস্ফোরণে লালকেল্লাই ছিল ‘প্রাইম টার্গেট’?
Delhi 10/11 Blast: সোমবার বিস্ফোরণের আগে পর্যন্ত 'ঘাতক' গাড়ির গতিবিধি ভাবাচ্ছে দিল্লি পুলিশকে। সূত্রের খবর, সোমবার দুপুর ৩টে ১৯ মিনিট নাগাদ 'ঘাতক' গাড়িটি লালকেল্লা সংলগ্ন পার্কিং লটে এসে দাঁড়ায়। এরপর টানা তিন ঘণ্টা সেখানেই ওঁত পেতে দাঁড়িয়েছিল গাড়িটি।
Delhi Red Fort blast: দিল্লিতে বিস্ফোরণ, ফরিদাবাদের জৈশ মডিউল কি দায়ী? পুলিশের হাতে রোমহর্ষক তথ্য
Delhi car blast investigation: দিল্লিতে হুন্ডাই i20 গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের একদিন পরই, জম্মু ও কাশ্মীরের শীর্ষ পুলিশ সূত্র জানিয়েছে, এই বিস্ফোরণ ফরিদাবাদে আগের দিন ধরা পড়া একই ‘ট্রান্সনেশনাল ও আন্তঃরাজ্য’ জঙ্গি মডিউলের কার্যক্রমের অংশ বলে মনে হচ্ছে। বিস্ফোরণের আগে জম্মু কাশ্মীর পুলিশ ফরিদাবাদ ও উত্তরপ্রদেশের সাহারানপুরের দুই চিকিৎসককে গ্রেফতার করেছিল, যাদের জৈশ-এ-মহম্মদ ও আনসার গাজওয়াতুল হিন্দ (AGH) সংগঠনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। আরও পড়ুন- Delhi Red Fort blast live updates: লালকেল্লায় বিস্ফোরণ, জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিরাট কোনও পদক্ষেপের সিদ্ধান্ত আজই? প্রথমে গ্রেফতার হন ড. মুজাম্মিল আহমদ গণাই (পুলওয়া) এবং এরপর ড. আডিল মাজিদ রাঠর (কাজিগুন্ড)। গণাই ফরিদাবাদে আল ফালাহ হাসপাতাল-এ কর্মরত ছিলেন, এবং তার ভাড়ার বাড়ি থেকে ৩৫৮ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। আরও পড়ুন- Red Fort blast: লালকেল্লা বিস্ফোরণ, ফরিদাবাদ থেকে দিল্লি পর্যন্ত হুন্ডাই i20-এর খোঁজে দিল্লি পুলিশ, FIR দায়ের পুলিশ সূত্রের খবর, উমর নবি, যিনি গণাই গ্রেফতার হওয়ার পর নিখোঁজ হন, তিনি সম্ভবত বোম্বার এবং সিসিটিভিতে দেখা Hyundai i20 গাড়ির ব্যক্তিই। উমর নবি পুলওয়ারার কোয়িল গ্রামে থাকতেন এবং আল ফালাহ ইউনিভার্সিটির স্কুল অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টারে কর্মরত ছিলেন। গণাই গ্রেফতার হওয়ার পর পুলিশ তার খোঁজে অভিযান চালায়। আরও পড়ুন- Red Fort blast: দিল্লিতে বিস্ফোরণ, নিহতদের প্রতি শোক প্রকাশ অভিষেকের, রাজধানীর সুরক্ষা নিয়ে প্রশ্ন সূত্র আরও জানিয়েছে, পুলিশ সোমবার রাত থেকে পুলওয়ারার বিভিন্ন গ্রাম থেকে অন্তত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এদের মধ্যে আছেন আমির রশিদ (সাম্বুরা গ্রামের বাসিন্দা), যিনি গাড়ির বর্তমান মালিক বলে দাবি করা হচ্ছে। তার ভাই এবং আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আরও পড়ুন- Delhi blast: লালকেল্লা বিস্ফোরণ, পুলওয়ামার বাসিন্দা গত মাসে কিনেছিলেন ওই i20, তদন্তে রোমহর্ষক সূত্র পুলিশ সূত্রের দাবি, ‘জৈশ মডিউল’-এ অন্তত চারজন চিকিৎসক ছিলেন — গণাই, রাঠর, উমর এবং লখনউয়ের একজন মহিলা, যাকে এই মামলার সঙ্গে সংযুক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।এই মডিউলটি প্রথম ধরা পড়ে শ্রীনগরের উপকণ্ঠে জৈশের পোস্টার দেখা দেওয়ার পরে পুলিশের তদন্তে।
Dharmendra Death Rumour: প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র গুরুতর অবস্থায় আছেন এবং ভেন্টিলেটরে রাখা হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই এই খবরে শোরগোল। তবে ধর্মেন্দ্রর অবস্থা মোটেই সংকটজনক নয় বলে দাবি করেছে পরিবার। পর্দার বীরুর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই রেগে কাঁই স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এষা দেওল। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। মৃত্যুর গুজব উড়িয়ে জানিয়েছেন ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল। এর মাঝে বীরুর স্বাস্থ্য সংক্রান্ত খবর শুনে যেন ভাষা হারিয়ে ফেলছিলেন জয়। মাঝরাতে এক্স হ্যান্ডেলে অদ্ভুত একটি পোস্ট শেয়ার করেন বিগ বি। T 5561 - — Amitabh Bachchan (@SrBachchan) November 10, 2025 ঘড়ির কাঁটায় তখন তিনটে বেজে ৩৮ মিনিট। মধ্যরাতে সকলে যখন ঘুমের দেশে তখন সোশ্যাল মিডিয়ায় অমিতাভ একটি 'ব্ল্যাঙ্ক' পোস্ট শেয়ার করলেন। শুধু লিখেছেন, T 5561- অমিতাভের এই পোস্ট হু হু করে ভাইরাল হয়ে যায় নেটভুবনে। নেটনাগরিকদের অনুমান শোলের নস্ট্যালজিয়ায় ভেসেছেন অমিতাভ বচ্চন। সহ অভিনেতার অসুস্থতার খবরে এতটাই ভেঙে পড়েছেন যে কিছু লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। বিগ বি-র পোস্ট দেখে অনেকেরই ধারণা সহ অভিনেতার শারীরিক পরিণতির খবরে প্রচণ্ড ভেঙে পড়েছেন অমিতাভ। আরও পড়ুন ধর্মেন্দ্রর অবস্থা সংকটজনক, চর্চার মাঝে হাসপাতালে হেমা, অভিনেতার স্বাস্থ্য নিয়ে কী বললেন ড্রিম গার্ল? প্রসঙ্গত, ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থাকে ঘিরে নানা জল্পনা ছড়ানোর মাঝে সানি দেওলের টিমের তরফে জানানো হয়েছে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সোমবার ব্রিচ ক্যান্ডি হাসাপতালে পৌঁছে হেমা মালিনীও হিন্দুস্থান টাইমসকে বলেছিলেন, সকলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। এদিকে, রটে যায় তিনি নাকি প্রয়াত। এশা জানান, এই খবর সম্পূর্ণ মিথ্যে বরং তিনি স্থিতিশীল। রেগে আগুন তাঁর স্ত্রী হেমা মালিনীও। আরও পড়ুন ICU-তে অত্যন্ত সংকটজনক ধর্মেন্দ্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য তাঁর কথায়, যা ঘটছে তা একেবারেই ক্ষমার অযোগ্য! একজন মানুষ যখন চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তখন কীভাবে দায়িত্বশীল সংবাদমাধ্যমগুলো এমন মিথ্যা খবর ছড়াতে পারে? এটি শুধু অমানবিক নয়, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণও বটে। একজন প্রবীণ শিল্পী, যিনি সারা জীবন দর্শকদের বিনোদন ও আনন্দ দিয়েছেন, তাঁর সম্পর্কে এমন গুজব রটানো সমাজের পক্ষেও লজ্জাজনক। আরও পড়ুন কোটি কোটি টাকার গাড়ি-বাড়ি-গয়না আরও কত কী, সম্পত্তির বিচারে ধনী কে ধর্মেন্দ্র না হেমা?
বৈঠকে উপস্থিত হয়েছেন, স্বরাষ্ট্রসচিব, আইবি ডিরেক্টর, এনআইএ-র ডিজি, দিল্লির পুলিশ কমিশনার-সহ অন্যান্য আধিকারিকরা।
Actor Death: অবশেষে হার মানল লড়াই! হাসপাতালে প্রয়াত বিখ্যাত অভিনেতা! কী জানিয়েছেন চিকিৎসকরা?
Liver Infection Death: হাসপাতালে, চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত আর কিছুতেই কিছু হল না। মারাই গেলেন বিখ্যাত অভিনেতা। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, তিনি লিভারের গুরুতর সমস্যায় ভুগছিলেন। এই ঘটনায় তামিল চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে অভিনেতা অভিনয় কিঙ্গারের বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। তিনি দীর্ঘদিন ধরেই লিভারের গুরুতর সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যু আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—লিভারের স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। লিভার আমাদের শরীরে কী করে? লিভার শরীরের 'ডিটক্স সেন্টার'। এটি রক্ত থেকে টক্সিন ফিল্টার করে, পিত্ত উৎপন্ন করে হজমে সাহায্য করে এবং রক্তে গ্লুকোজের ভারসাম্য রক্ষা করে। শুধু তাই নয়, লিভার ৫০০-রও বেশি গুরুত্বপূর্ণ কাজ করে। তাই লিভার দুর্বল হলে পুরো শরীরের ওপর তার প্রভাব পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ২০ লক্ষ মানুষ লিভারজনিত রোগে মারা যান। যা বিশ্বে মোট মৃত্যুর প্রায় ৪%। তাই লিভারের যত্ন নেওয়া হার্ট বা ফুসফুসের যত্নের মতই গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন চিকিৎসকরা। Liver Infection Death: প্রয়াত অভিনেতা অভিনয় কিঙ্গার। এই সব কথা মাথায় রেখেই চিকিৎসকরা জানিয়েছেন, লিভার ভালো রাখতে সবার আগে অ্যালকোহল বাদ দেওয়া উচিত। কারণ, অ্যালকোহল লিভারের জন্য সবচেয়ে বড় বিষ। চিনিযুক্ত খাবার ও পানীয় কম খাওয়ার ওপর জোর দেওয়া উচিত। কারণ, কেক, সোডা, মিষ্টি জুস—ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়। ভাজা ও চর্বিযুক্ত খাবার বার্গার, ফ্রাইড চিকেন, ডোনাট—লিভারে ট্রান্স ফ্যাট জমায়। তাই এগুলোকে খাদ্যতালিকা থেকে বাদ দেওয়া উচিত। আরও পড়ুন- রবীন্দ্রসংগীতের স্বরমাধুর্যে ৯০ বছর, স্মরণে শিল্পী অর্ঘ্য সেন লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংস, যেমন গরু, ভেড়া, শুয়োরের মাংস লিভারের ক্ষতি করে। তাই এগুলোও না খাওয়াই উচিত। অতিরিক্ত লবণ এবং প্রক্রিয়াজাত খাবার, যেমন টিনজাত স্যুপ, ফাস্টফুড লিভারকে দুর্বল করে। তাই এগুলোও খাদ্যতালিকা থেকে বাদ রাখাই উচিত। আরও পড়ুন- কলকাতার রহস্যময় ‘ঘোমটা কালী’ মন্দির, ভক্তদের কাছে ছোট ভবতারিণী চিকিৎসকরা জানিয়েছেন, লিভারকে সুস্থ রাখতে ৫টি অভ্যাস অত্যন্ত জরুরি। প্রতিদিন সকালে কিছুক্ষণ হাঁটলে বা যোগব্যায়াম করলে লিভারে জমা চর্বি কমে যায়। ব্লুবেরি খাওয়া উচিত। ব্লুবেরিতে থাকা অ্যান্থোসায়ানিন লিভারের কোষ মেরামত করে। সকালে দই বা ওটসের সঙ্গে এগুলো খাওয়া উচিত। ব্ল্যাক কফি পান করা উচিত। আরও পড়ুন- শুধু শৈবপীঠই নয়, সতীপীঠও বক্রেশ্বর, দুর্গাপুজোয় থাকে এই বিশেষ আয়োজন চিনি ও দুধ ছাড়া ব্ল্যাক কফি লিভারের জন্য উপকারী। এটি শরীর ডিটক্সে সাহায্য করে। পারলে বাদাম খান। আখরোট বা বাদামে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ফ্যাটি লিভার প্রতিরোধ করে। পর্যাপ্ত জল পান করুন। সকালে খালি পেটে একগ্লাস উষ্ণ গরম জল পান করা উচিত। তাতে শরীরের টক্সিন দূর হবে এবং লিভার সক্রিয় থাকবে। আরও পড়ুন- শীতকালে কেন বাড়ে চুলকানি? জানুন প্রতিরোধের সহজ ঘরোয়া কায়দা অভিনেতা অভিনয় কিঙ্গারের অকাল মৃত্যু আমাদের মনে করিয়ে দিচ্ছে, স্বাস্থ্যকে অবহেলা নয়। লিভারকে ভালো রাখতে জীবনযাত্রায় সামান্য পরিবর্তনই যথেষ্ট। আর, এজন্য অ্যালকোহল এড়িয়ে চলুন, স্বাভাবিক খাবার খান, এবং প্রতিদিন শরীরচর্চা করুন। তাতেই ভালো থাকবে লিভার। আর, লিভার শক্ত মানেই শরীরও থাকবে কর্মক্ষম।
প্রথম স্ত্রীকে দেননি ডিভোর্স, হেমাকে বিয়ে করতে কেন ইসলাম গ্রহণ করেন ধর্মেন্দ্র?
ধর্মেন্দ্রের স্ত্রী প্রকাশ কউর কিছুতেই বিচ্ছেদের রাজি ছিলেন না। কিন্তু ওই যে, ‘যব প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’? বলিউডের সূত্র বলে, হেমাকে বিয়ে করার জন্য নাকি নিজের ধর্মও অনায়াসে ত্যাগ করে দেন ধর্মেন্দ্র।
বাংলায় শীতের কামড়, ১৫ ডিগ্রির নিচে নামল তাপমাত্রার পারদ
শীতল পশ্চিমী হাওয়ার জেরে বাংলার পশ্চিমের জেলাগুলির কমছে তাপমাত্রা।
প্রবীণ অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে কী জানালেন স্ত্রী হেমা মালিনী?
West Bengal Weather: রাত পোহালেই এক ধাক্কায় কতটা নামবে পারদ? কী বলল আবহাওয়া দফতর?
West Bengal, Kolkata Weather Report: পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা নেমেছে ১৪-১৫ ডিগ্রির ঘরে। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।
‘ভারত আবার আমাদের ভালোবাসবে’, বাণিজ্য চুক্তিতে শুল্ক কমানোর ইঙ্গিত ট্রাম্পের
সার্জিও গোরেকে ভারতের নয়া রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে আমেরিকা।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ভয়াবহ বিস্ফোরণে (Explosion) আট জনের প্রাণ চলে গিয়েছে। আহত হয়েছেন একাধিক। রাস্তায় ছড়িয়ে রয়েছে দেহাংশ। রাজধানীর বুকে ঘটা এমন বিস্ফোরণে কপালে চিন্তার ভাঁজ তদন্তকারীদের। ইতিমধ্যে যে গাড়িতে (CAR) বিস্ফোরণ হয়েছে সেই সন্দেহভাজন গাড়িটির রেজিস্ট্রেশন খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। ওই চারচাকা গাড়িটির নম্বর প্লেট হরিয়ানার। এই গাড়ির মালিকের […] The post Delhi Explosion | বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মালিক সলমন! জাল নথি দিয়ে বিক্রি করা হয় পুলওয়ামার তারিককে appeared first on Uttarbanga Sambad .
Delhi Red Fort Blast |নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় আজ রাজধানীতে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সেখানে স্বরাষ্ট্র সচিব, আইবি ডিরেক্টর, দিল্লির পুলিশ কমিশনার এনআইএ-র ডিজি উপস্থিত থাকবেন। জম্মু ও কাশ্মীরের ডিজিপি ভার্চুয়ালি সভায় যোগ দেবেন। সোমবার সন্ধ্যা ৬টা ৫০ নাগাদ দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যালে […] The post Delhi Red Fort Blast | নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় আজ রাজধানীতে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on Uttarbanga Sambad .
হাতির সামনে পড়তেই শুঁড়ে তুলে আছাড়! ফালাকাটায় মৃত্যু যুবকের
বারবার একই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন।
India vs South Africa Test Match: দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) আতঙ্ক আপাতত গোটা দেশের চোখে-মুখে স্পষ্ট। সোমবার (১০ নভেম্বর) লাল কেল্লা (Red Fort Blast) মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে এই বিস্ফোরণটি ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন অনেকে। এমন একটি ভয়ঙ্কর ঘটনার পর গোটা দেশজুড়ে আপাতত হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। ইতিমধ্যে আগামী শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্য়াচ শুরু হতে চলেছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে টেস্ট ম্য়াচের টিকিট বিক্রিও। এই পরিস্থিতিতে সমর্থকদের একাংশ আশঙ্কা করছেন, কড়া নিরাপত্তার খাতিরে এই টেস্ট ম্য়াচ আপাতত স্থগিত করা হবে না তো? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। Delhi blast: লালকেল্লা বিস্ফোরণ, পুলওয়ামার বাসিন্দা গত মাসে কিনেছিলেন ওই i20, তদন্তে রোমহর্ষক সূত্র স্থগিত হয়ে যাবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট? ইতিমধ্যে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল কলকাতায় চলে এসেছে। টিকিট বিক্রিও শুরু হয়েছে জোরকদমে। মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে দুই দলই অনুশীলন শুরু করে দেবে। প্রথমেই একটা কথা স্পষ্ট করে দেওয়া ভাল, এখনও টেস্ট ম্য়াচ স্থগিত করার ব্যাপারে বোর্ডের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। অর্থাৎ, নির্দিষ্ট সময় অনুসারেই যে এই ম্য়াচটা শুরু হবে, তা বলা যেতেই পারে। ফলে, আগে থেকে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যদিও BCCI সূত্রের খবর, দুই দলের ক্রিকেটারদের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হবে। Delhi Blast: রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ-দমকল, চরম আতঙ্ক এলাকায় উল্লেখ্য, গত সোমবারই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কর্তাদের সঙ্গে কলকাতা পুলিশের একদফা বৈঠক হয়। জানা গিয়েছে, আজ খোদ পুলিশ কমিশনার মাঠ পর্যবেক্ষণ করতে আসবেন। তবে এই বিস্ফোরণের পর নিরাপত্তা যে আরও জোরদার হবে, তা নিশ্চিন্তে বলা যেতে পারে। Delhi Blast: শীতের বিকেলে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ, ৬ মাস পর লাদাখে আটক চার বাড়ানো হবে নিরাপত্তা সিএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার ব্যাপারে পুলিশের তরফ থেকে আমাদের এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে আশা করা যেতেই পারে যে নিরাপত্তা সংক্রান্ত বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হবে। দিল্লির ঘটনাটি যেহেতু সন্ধ্যার পর হয়েছে, সেকারণে পুলিশের পক্ষ থেকে হাই অ্যালার্টের ব্যাপারে এখনও পর্যন্ত কিছু নির্দেশ দেওয়া হয়নি। যদিও ক্রিকেটারদের নিরাপত্তাকেও সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। আশা করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে। Red Fort blast: দিল্লিতে বিস্ফোরণ, নিহতদের প্রতি শোক প্রকাশ অভিষেকের, রাজধানীর সুরক্ষা নিয়ে প্রশ্ন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রনজি ট্রফির আয়োজন করা হয়েছে। দিল্লি এবং জম্মু-কাশ্মীরের মধ্যে চলছে শেষদিনের খেলা। এই বিস্ফোরণের পর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। গোটা পরিস্থিতি যে আপাতত বেশ উত্তপ্ত হয়ে রয়েছে, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
Delhi explosion: দিল্লির লালকেল্লার কাছে সোমবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তদন্তে দিল্লি পুলিশ মঙ্গলবার জানিয়েছেন, তারা ১০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করেছেন। পুলিশ খুঁজে পেয়েছে, বিস্ফোরণের মূল গাড়ি হুন্ডাই i20 প্রথম দেখা গিয়েছিল সোমবার সকালে ফরিদাবাদের এশিয়ান হাসপাতালের বাইরে, সকাল ৭.৩০ টার দিকে। এরপর গাড়িটি ফরিদাবাদ রোডের মাধ্যমে বাদারপুর টোল বুথ দিয়ে ঢিল্লিতে প্রবেশ করে সকাল ৮.১৩ টার দিকে। তদন্তে প্রাথমিক চিহ্ন তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি একজন ৩৪ বছর বয়সি পুলওয়ামার বাসিন্দা, যিনি ২৯ অক্টোবর একটি হুন্ডাই i20 গাড়ি ক্রয় করেছিলেন। তদন্তকারীরা এখনও তার পরিচয় প্রকাশের আগে প্রমাণ সংগ্রহ করছেন। আরও পড়ুন- Delhi Red Fort blast live updates: দিল্লিতে ফের দুঃস্বপ্ন! লালকেল্লার সামনে বিস্ফোরণ, জরুরি বৈঠকে অমিত শাহ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ দিল্লি পুলিশ জানিয়েছে, বিভিন্ন টিম গাড়িটির গতিপথ নির্ণয় করছে, যাতে বোঝা যায় এটি লালকেল্লা পার্কিংয়ে পৌঁছানোর আগে কোথায় কোথায় অবস্থান করেছিল। এক সূত্র জানায়,“দিল্লিতে প্রবেশের আগে এটি সকাল ৭.৩০ টায় ফরিদাবাদের এশিয়ান হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল। এরপর বাদারপুর টোল বুথ দিয়ে ঢিল্লিতে প্রবেশ করে ৮.১৩ টায়। শেষবার এটি দেখা গিয়েছে ওখলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মোদি মিলের কাছে একটি পেট্রোল পাম্পে সকাল ৮.২০ টার দিকে।” আরও পড়ুন- Delhi blast: লালকেল্লা বিস্ফোরণ, পুলওয়ামার বাসিন্দা গত মাসে কিনেছিলেন ওই i20, তদন্তে রোমহর্ষক সূত্র বিশেষ ইউনিট ও FIR দিল্লি পুলিশের বিশেষ ইউনিট কার্যক্রমে নিয়োজিত, প্রতিটি দলের নির্দিষ্ট দায়িত্ব আছে। একদল গাড়িটির দিল্লিতে প্রবেশের আগে গতিপথ খুঁজছে, অন্য দল শহরের ভিতরে তার গতিপথ খুঁজছে।উত্তর জেলা পুলিশের ডেপুটি কমিশনার রাজা বানথিয়া জানিয়েছেন, কোটওয়ালি থানায় FIR দায়ের করা হয়েছে। “মামলাটি ইউএপিএ, বিস্ফোরক আইন এবং BNS-এর ধারা অনুযায়ী রুজু করা হয়েছে। NSG, দিল্লি পুলিশ ও FSL-এর দল ঘটনাস্থলে আছে এবং পুরো ঘটনাস্থল পরীক্ষা করছে। তদন্ত চলমান।” বানথিয়া আরও বলেন, “গাড়িতে দেহাংশ পাওয়া গেছে। FSL দল এগুলি সংগ্রহ করছে, দেখব এগুলি কিভাবে ঘটনার সঙ্গে যুক্ত, এবং আমরা ঘটনার সঠিক ক্রম নির্ধারণ করার চেষ্টা করছি।” আরও পড়ুন- Red Fort blast: লালকেল্লা বিস্ফোরণ, ঘটনার আগে বিস্ফোরক বোঝাই গাড়ি কোথায়, কতক্ষণ ছিল? লালকেল্লা পার্কিংয়ে গাড়ির অবস্থান সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ অনুযায়ী গাড়িটি দুপুর ৩.১৯ টায় লালকেল্লার পার্কিং এলাকায় প্রবেশ করে এবং ৬.৪৮ টায় বের হয়। ফুটেজে দেখা যায়, গাড়ি পার্কিং থেকে বের হওয়ার সময় এলাকায় ভীষণ যানজট ছিল। পুলিশ সূত্রে আরও জানা যায়, গাড়িটি দরিয়াগঞ্জ, লালকেল্লা এলাকা, কাশ্মীরি গেট এবং সোনেহরি মসজিদ সংলগ্ন এলাকায়ও দেখা গেছে। পার্কিংয়ের ফুটেজে একজন ব্যক্তি গাড়ির ড্রাইভারের আসনে বসে পার্কিং স্লিপ সংগ্রহ করতে দেখা গেছে। গাড়িতে কতজন ছিলেন? দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, গাড়িতে একাধিক ব্যক্তি ছিলেন। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের অ্যাক্সেস করা সিসিটিভি ফুটেজে আপাতত একজন ব্যক্তিকেই দেখা যাচ্ছে। কর্মকর্তারা যাচাই করছেন, পরে কেউ তার সঙ্গে যোগ দিয়েছিল কি না।
‘একেবারেই ক্ষমার অযোগ্য’, ধর্মেন্দ্রর ‘মৃত্যু’র খবর ছড়াতেই বিরক্ত হেমা
অভিনেত্রী আরও বলেন, এমন ভিত্তিহীন খবর শুধু পরিবারের সদস্যদেরই নয়, অসংখ্য অনুরাগীদের মনেও ভয় ও বিভ্রান্তি তৈরি করছে। তিনি সকলকে অনুরোধ করেছেন, যাচাই না করে কোনও খবর যেন কেউ শেয়ার না করেন। জানা গিয়েছে, সম্প্রতি ধর্মেন্দ্রকে শারীরিক অসুস্থতার কারণে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
‘জনবহুল স্থান এড়িয়ে চলুন’, দিল্লি বিস্ফোরণের পর নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
বিবৃতি দিয়েছেন ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার লিন্ডি ক্যামেরন।
Dharmendra Cryptic Post: ঠোঁটে হাত দিয়ে বসে রয়েছেন উদাস চিত্তে। দু-চখে যেন কত চিন্তা! চেহারায় কত না ক্লান্তি! হৃদয়ের দূরত্ব বাড়ছে বলে মন খারাপ। তাই সবকিছু থেকে মুক্তি পেতে চাইছেন। সোশ্যাল মিডিয়ায় আচমকা এই পোস্ট করে সকলকে চমকে দিলেন পর্দার বীরু ওরফে ধর্মেন্দ্র দেওল। বয়স ৯০ ছুঁই ছুঁই। তবুও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সুপারস্টার। সাম্প্রতিক অতীতে ইনস্টা হ্যান্ডেলে বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার পোস্ট ঘিরে তো একেবারে হইচই। কী এমন হয়েছিল যে তিনি মুক্তি পেতে চাইছেন? হৃদয়ের দূরত্ব বাড়ছে, এই লাইনটি দিয়েই বা কী বোঝাতে চেয়েছিলেন ধর্মেন্দ্র? তারকা পুত্র ববি দেওল আবার বাবার পোস্টে লাল হৃদয়ের ইমোজিও দিয়েছেন। আরও পড়ুন ধর্মেন্দ্রর অবস্থা সংকটজনক, চর্চার মাঝে হাসপাতালে হেমা, অভিনেতার স্বাস্থ্য নিয়ে কী বললেন ড্রিম গার্ল? ৮৯ বছর বয়সী অভিনেতা লিখেছিলেন, 'হৃদয়ের দূরত্ব বাড়ছে। এইসব ভুল বোঝাবুঝি থেকে কবে মুক্তি পাব?' এই পোস্ট দেখে কমেন্ট বক্স অনেকেই তাঁর শারীরিক অবস্থার খবর জানতে চেয়েছেন। কিন্তু, এই রহস্যজনক পোস্টের কারণ কী তা জানতে মরিয়া হয়ে উঠেছিলেন ধর্মেন্দ্রর অনুরাগীরা। তাঁর পোস্ট দেখে নেটিজেনের একাংশের মনে প্রশ্ন জেগেছিল, হেমা মালিনীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে? নাকি দুজনের মধ্যে কোনও বিষয় নিয়ে বনিবনা না হওয়ার জন্য ভুল বোঝাবুঝি থেকে মুক্তি পেতে চাইছেন। সবটাই প্রশ্নচিহ্নের মুখে। আরও পড়ুন ICU-তে অত্যন্ত সংকটজনক ধর্মেন্দ্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য View this post on Instagram A post shared by Dharmendra Deol (@aapkadharam) সোশ্যাল মিডিয়ায় সেলেবদের এই ধরনের রহস্যময় পোস্ট ঘিরে ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন। ঠিক একইরকমভাবে বলিউডের শাহেনশারও একটি পোস্টে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। তিনি লিখেছিলেন, ''টাইম টু গো' যার বাংলা তর্জমা করলে হয় 'যাওয়ার সময় হয়ে গিয়েছে'। অনেকেই ভেবেছিলেন অভিনয়কে বিদায় জানাচ্ছেন অমিতাভ। ভক্তদের মধ্যে অনেকের মনে আবার খারাপ চিন্তাও এসেছে। তবে কেবিসি ১৬-এর সেটে সেই পোস্টের রহস্য নিজেই খোলসা করেছিলেন বিগ বি। আরও পড়ুন কোটি কোটি টাকার গাড়ি-বাড়ি-গয়না আরও কত কী, সম্পত্তির বিচারে ধনী কে ধর্মেন্দ্র না হেমা? অমিতাভ বলেছিলেন, 'আমার কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। প্রতিদিন রাত দুটো থেকে এখানে আমার কাজ শুরু হয়। বাড়িতে একটা নাগাদ গাড়ি পৌঁছে যায়। যখন এই পোস্টটি করেছিলাম তখন প্রচণ্ড ঘুম পেয়েছিল। তাই লিখেছিলাম ঘুম পেয়েছে, যাওয়ার সময় হয়ে গিয়েছে।' ধর্মেন্দ্র তাঁর পোস্টে কোন রহস্য জিইয়ে রাখলেন সেটা নিয়েই উদ্বিগ্ন ভক্তরা।
ওঁত পেতে বিপদ, বাথরুমে পা রাখতেই গায়ে ঝাঁপ চিতাবাঘের! রক্তাক্ত শিলিগুড়ির যুবক
চিতাবাঘের খোঁজে চলছে জোর তল্লাশি।
SIR in Bengal: মোল্লা না মণ্ডল, এই বিভ্রান্তিতেই গেল প্রাণ! গলায় ফাঁস বৃদ্ধের
SIR in Bengal: পদবি ভুল নিয়ে অনেকেই তাঁকে নানারকমের কথা বলত। এই সমস্যার কীভাবে সমাধান হবে, তা জানতেই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ছুটতেন তিনি। জনপ্রতিনিধি থেকে নেতারা তাঁকে আশ্বস্ত করেছিলেন, যে কিছু হবে না। আশ্বস্ত করার পরও তিনি আতঙ্ক থেকে বেরোতে পারেননি।
১০ মাসের মধ্যেই দ্বিতীয়বার বিয়ে, একসঙ্গে দুই স্ত্রীর সঙ্গে ঘর করছেন রশিদ খান?
গতবছর তিন ভাইয়ের সঙ্গে বিয়ে করেছিলেন রশিদ।
ধর্মেন্দ্রকে নিয়ে যোগী-রাজনাথের পোস্টে শোরগোল! ‘বাবা বেঁচে আছেন’, জানালেন কন্যা এষা দেওল
কী জানালেন ধর্মেন্দ্রকন্যা?
Dharmendra Health Update: গুজব ছড়াবেন না! ধর্মেন্দ্রকে নিয়ে বড়সড় পোস্ট এষা দেওলের
ধর্মেন্দ্রর পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য প্রকাশ করা হয়নি। কয়েকদিন আগেই শ্বাসকষ্ট হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা স্থিতিশীলই ছিল। তবে সোমবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে খবর।
Delhi Blast News: এরপর ৬টা ৪৮ মিনিট নাগাদ গাড়িটি সেই পার্কিং লট থেকে বেরিয়ে পড়ে। যে সময় তারা রওনা দেয় তখন রাস্তায় প্রচণ্ড যানজট। তবে শুধুই লালকেল্লা নয়, বিভিন্ন সিসিটিভি ফুটেজ মাধ্যমে গাড়িটিকে দরিয়াগঞ্জ, কাশ্মীর গেট, লালকেল্লা সংলগ্ন এলাকায় ঘুরে বেড়ায় গাড়িটি।
৩১৭ কোটি টাকার জালিয়াতি, শুধু ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন ১৭০ কোটি, নাম জড়াল পবন রুইয়ার
দুবাই-সহ বিভিন্ন দেশের সিমকার্ড উদ্ধার শিল্পপতির বাড়ি থেকে।
কমিশনের ‘আজগুবি’নির্দেশ, ময়দানে নেমে কাজ করতে গিয়ে চরম বিপাকে BLO-রা!
একাধিক কারণে গলদঘর্ম দশা বিএলওদের।
Dharmendra First Wife: ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবনও তাঁর অভিনয় জীবনের মতোই নাটকীয়। তিনি যখন পঞ্জাব থেকে মুম্বই আসেন তখন তিনি বিবাহিত। সুপারস্টার হওয়ার পর পরিবারের ভাগ্য বদলে যায়। তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে নতুন জীবনযাত্রার সঙ্গে মানিয়ে চলার প্রস্তুতি নিতে হয়। এর কয়েক বছর পর আরও এক চ্যালেঞ্জিং মহূর্তের সম্মুখীন হয়েছিলেন প্রকাশ কৌর। হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর সম্পর্ক তৈরি হতেই চিড় ধরে দাম্পত্যে। হেমা মালিনীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েও আলাদা থাকতেন দুজনে। প্রথম স্ত্রী-সন্তানদের নিয়ে নিজের বাড়িতে থাকতেন ধর্মেন্দ্র আর হেমা থাকতেন নিজস্ব বাংলোতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র পুত্র ববি দেওল জানিয়েছেন, বর্তমানে ধর্মেন্দ্রের খান্ডালার ফার্মহাউসে একসঙ্গে থাকছেন তাঁর বাবা-মা। ABP লাইভকে দেওয়া সাক্ষাৎকারে, যখন ববি-কে জিজ্ঞেস করা হয়েছিল যে তাঁর বাবা সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করছেন সেগুলো দেখে মনে হয় যেন তিনি একাকীত্বে ভুগছেন। অভিনেতা বলেন, 'আমার মা-বাবা সেখানে আছেন। তাঁরা দুজনেই খান্ডালার ফার্মে আছেন। ওঁরা ফার্মহাউসে থাকতে ভালোবাসেন। দুজনেই বার্ধ্যকে পৌঁছেছেন আর ফার্মহাউসে থাকা তাদের জন্য শান্তিপূর্ণ। আবহাওয়াও খুব ভাল, খাবার ভাল। বাবার কাছে ওটা স্বর্গ।' আরও পড়ুন বিছানায় শয্যাশায়ী- একটি পা উপরে!! প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর এ কী হাল, ভিডিও দেখলে চমকে যাবেন তিনি আরও বলেন, 'বাবা খুবই আবেগপ্রবণ। তিনি নিজের অনুভূতিগুলো সবাইকে জানান। কখনও আবার অতিরঞ্জিত হয়ে যান। আমি জিজ্ঞেস করি কেন তিনি এমন লিখলেন বা বললেন। আমাকে উত্তরে বলেন হৃদয় যে চায় সেটাই করেন। আমরা সবসময় তাঁর রাখি। তবে মাঝে মধ্যে ব্যস্তও থাকি। তখন তিনি আবেগপ্রবণ হয়ে কিছু লেখেন। তবে বুঝতে পারেন না কত মানুষ তাঁর পোস্ট পড়তে পারে।' মাকে নিয়েও কথা বলেন ববি দেওল। তিনি জানান, 'আমার মায়ের কথা বেশি শোনা যায় না কারণ সাধারণত কেউ আমাদের সম্পর্কে জিজ্ঞেস করে না। আমার মা গৃহিণী, আর আমি তাঁর প্রিয় সন্তান। আমরা প্রতিদিন কথা বলি।' আর যোগ করেন, 'তিনি আমার জীবনের সবচেয়ে শক্তিশালী নারী। তাঁর জীবনযাত্রা খুবই কঠিন ছিল। তিনি একটি ছোট গ্রাম থেকে উঠে আসা সাধারণ মেয়ে। তারপর একজন সুপারস্টারের স্ত্রী হিসেবে শহুরে জীবনের সাথে খাপ খাওয়াতে হয়েছে। এটা খুব সহজ ছিল না। আমি যেমন আমার স্ত্রীর সমর্থনে আজকের আমি, তেমনি বাবা আমার মায়ের সমর্থনে বড় তারকা হতে পেরেছেন।' আরও পড়ুন 'হৃদয়ের দূরত্ব বাড়ছে...', মুক্তি চাইছেন ধর্মেন্দ্র! বর্ষীয়ান অভিনেতার পোস্টে কোন রহস্য? কয়েক বছর আগে, ‘লেহেরন রেট্রো’কে দেওয়া সাক্ষাৎকারে হেমা বলেছিলেন তিনি আলাদা বাড়িতে থাকেন। তাঁর কথায়, 'কেউ চাইবে না এভাবে জীবন কাটাতে। এটা নিজে নিজেই ঘটে যায়। যা ঘটে, তা মেনে নিতে হয়। অন্যথায় কেউ চাইবে না এভাবে জীবন কাটাতে। প্রতিটি নারী চাইবে স্বামী ও সন্তানদের সঙ্গে সুখী পরিবারে থাকতে। কিন্তু কোথাও কিছুটা আলাদা হয়ে গিয়েছে। তবে আমার কোনও ক্ষোভ নেই। আমি নিজেকে নিয়েই খুশি। আমার দুই সন্তান আছে, এবং আমি তাদের ভালোভাবে বড় করেছি।' আরও পড়ুন কোটি কোটি টাকার গাড়ি-বাড়ি-গয়না আরও কত কী, সম্পত্তির বিচারে ধনী কে ধর্মেন্দ্র না হেমা?
এবার নতুন ভূমিকায় সৃজিত মুখোপাধ্যায়! অনুরাগীদের জন্য কোন চমক?
২০১০ সালে বাংলা ছবিতে পা রেখেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। 'অটোগ্রাফ' যখন তৈরি করেছিলেন সৃজিত, অনুপম রায়ের সঙ্গে পরিচালকের যুগলবন্দি কেমন হতে পারে, তা টের পেয়ে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা। এই ছবি শুধু সৃজিত-প্রসেনজিত্ (সুপারস্টার প্রসেনজিত্ চট্টোপাধ্যায়) জুটির জন্ম দেয়নি, বরং প্রথম ছবি থেকেই সৃজিত-অনুপম জুটি একইভাবে চর্চিত। ক্রমশ ছবিতে গান নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছেন সৃজিত।
দ্বিতীয় দফায় ১২২ আসনে ভোটগ্রহণ শুরু বিহারে, ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তা মোদির
কী বার্তা মোদির?
CCTV footage |প্রকাশ্যে দিল্লি হামলার সিসিটিভি ফুটেজ! দেখা গেল অন্যতম আততায়ীকে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লালকেল্লা সংলগ্ন সিগন্যালে ভয়াবহ বিস্ফোরণে আটজনের মৃত্যু ও একাধিক মানুষের আহত হয়। ওই ঘটনায় দিল্লি পুলিশের (Delhi Police) তদন্তে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। ওই ফুটেজে দেখা গিয়েছে, বিস্ফোরণের আগে সন্দেহভাজন ব্যক্তি একটি চারচাকা আই২০ গাড়ি চালাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের কিছুক্ষণ আগে সিসিটিভি ফুটেজে (CCTV […] The post CCTV footage | প্রকাশ্যে দিল্লি হামলার সিসিটিভি ফুটেজ! দেখা গেল অন্যতম আততায়ীকে appeared first on Uttarbanga Sambad .
Alcohol and Milk Price Hike: কোথাও বাড়ল ৪ টাকা, কোথাও আবার কয়েকশো! বছর শেষে দাম বৃদ্ধি মদ ও দুধের
Alcohol and Milk Price Hike in Bengal: যাঁরা খালি করতে পারবেন না? প্রশাসন সূত্রে খবর, যে সকল স্টক নির্দিষ্ট সময়ের মধ্য়ে বিক্রি করা সম্ভব হবে না। তার উপরেও প্রযোজ্য হবে নতুন দাম। লাগানো হবে নতুন স্টিকার। কিন্তু হঠাৎ করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন? বর্তমানে রাজ্য সরকার অনেকাংশেই নির্ভর করে রয়েছে আবগারি রাজস্বের উপর। সামনেই নির্বাচন।
অতিরিক্ত ছাত্রী ভর্তি নিতে ‘আপত্তি’, প্রধান শিক্ষিকাকে ওঠবোস করালেন জলপাইগুড়ির পুরপ্রধান!
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষক-শিক্ষিকা মহলে।
Dharmendra |প্রয়াত প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মারা গেলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra )। মঙ্গলবার সকালে ৮৯ বছর বয়সী ওই অভিনেতা মুম্বাইয়ে মারা গেলেন।ধর্মেন্দ্র শোলে, ফুল অউর পাথর এবং চুপকে চুপকে-র মতো ক্লাসিক সিনেমায় তার অসাধারণ অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন। তিনি বলিউডের হি-ম্যান হিসেবে পরিচিত। রেখে গেলেন স্ত্রী প্রকাশ কৌর এবং হেমা মালিনী এবং তাদের ছয় সন্তানকে। The post Dharmendra | প্রয়াত প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র appeared first on Uttarbanga Sambad .
প্রয়াত ধর্মেন্দ্র, কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ সিনেজগৎ
'শোলে'র পঞ্চাশেই বিদায় বীরুর।
Dharmendra Passes Away: প্রয়াত ধর্মেন্দ্র, শোকে-শ্রদ্ধায় বিহুবল ভারত
Actor Dharmendra Death: শেষ ছবির মুক্তি আর দেখা হল না। এদিন বিকেল থেকে হাসপাতাল চত্বরে বেড়েছিল তৎপরতা। তড়িঘড়ি ধর্মেন্দ্রকে দেখতে ছুটেছিলেন হেমা মালিনিও। গোটা ভারত তখন তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছিল। তবে শেষ রক্ষা হল না। সকলকে কাঁদিয়ে চির বিদায় নিলেন রূপলি পর্দার হি-ম্যান ধর্মেন্দ্র।
Dharmendra Obituary: ধর্মেন্দ্রপতন, ভারতীয় সিনেমায় যুগাবসান
Dharmendra Life Story: পঞ্জাবের লুধিয়ানার কৃষক পরিবারের সন্তান। যৌবনকাল থেকেই তাঁর টল ডার্ক হ্য়ান্ডসাম চেহারার জন্য পাড়া প্রতিবেশিরা সিনেমার নায়ক বলেই ডাকতেন। হয়তো সেই ডাক থেকেই মনের মধ্যে স্বপ্নের বুনোট। আর সেই স্বপ্নকে সঙ্গে নিয়েই মুম্বইয়ে চলে আসেন ধর্মেন্দ্র সিং দেওল।
Bihar Election 2025 Phase 2 Voting Live: বিহারের ১২২টি কেন্দ্রে শুরু চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ
Bihar Assembly Elections Phase 2 Voting LIVE Updates: এই পর্যায়ে ভোটগ্রহণ চলবে ২০টি জেলার ১২২টি বিধানসভা কেন্দ্রজুড়ে। এই কেন্দ্রগুলিতে মোট প্রার্থীর সংখ্য়া ১ হাজার ৩০২টি। যার মধ্য়ে ১৩৬ জন মহিলা এবং একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন। বিহারে মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে এই ১২২টি কেন্দ্র ওই রাজ্যের উত্তর, পশ্চিম এবং মধ্য ভাগের মধ্য়ে বিস্তৃত। যার মোট ভোটারের সংখ্য়া সাড়ে তিন কোটিরও অধিক।
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে জইশ! হামলার আগে সুনহেরি মসজিদে ৩ ঘণ্টা দাঁড়ায় ঘাতক গাড়ি
অনুমান আইইডি বা ওই ধরনের কোনও বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল হামলায়।
Red Fort Blast News Update: লাল কেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ, চরম সিদ্ধান্ত নিল ক্রিকেট বোর্ড!
Delhi Blast: সোমবার সন্ধ্যাবেলা দিল্লির লাল কেল্লা (Red Fort Blast) মেট্রো স্টেশনের সামনে একটা ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণটি সন্ধ্যা সাতটা নাগাদ হয়েছে। বিস্ফোরণের সময় ওই এলাকায় যথেষ্ট ভিড় ছিল। যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, তার ঠিক পিছনেই একটি অটো ছিল। সেই অটোটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। যদিও অটোচালক সুরক্ষিত রয়েছেন। এই বিস্ফোরণের পর গোটা দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে আবার চলছে রনজি ট্রফি (Ranji Trophy 2025)। অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) মঙ্গলবার (১১ নভেম্বর) দিল্লি বনাম জম্মু-কাশ্মীরের ম্য়াচ রয়েছে। এই পরিস্থিতিতে স্টেডিয়াম এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। লাল কেল্লা থেকে মাত্র কয়েক কিলোমিটার দুরেই অবস্থিত এই স্টেডিয়াম। Delhi blast: লালকেল্লা বিস্ফোরণ, পুলওয়ামার বাসিন্দা গত মাসে কিনেছিলেন ওই i20, তদন্তে রোমহর্ষক সূত্র আপডেট দিলেন সচিব শর্মা দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) সচিব অশোক শর্মা সোমবার (১০ নভেম্বর) সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছিলেন, দিল্লি বনাম জম্মু-কাশ্মীর ম্যাচে অন্তিম দিনের খেলা অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্য়াচ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। আমি নিজে দিল্লি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলব। স্টেডিয়াম চত্ত্বরের বাইরে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করার জন্য অনুরোধ করব। Delhi Blast: রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ-দমকল, চরম আতঙ্ক এলাকায় গাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল, সেই গাড়ির মালিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। একটি সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে। এই বিস্ফোরণে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকটি গাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। গাড়ির মালিক মহম্মদ সলমানকে দিল্লি পুলিশ হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সলমান ওই গাড়িটি ওখলার এক ব্যক্তিকে বিক্রি করেছিলেন। গাড়িটা তাঁর নামেই রেজিস্ট্রেশন করা ছিল। এমনকী, গাড়ির নম্বরও তাঁর নামেই ছিল। Delhi Blast: শীতের বিকেলে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ, ৬ মাস পর লাদাখে আটক চার পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, গুরুগ্রাম পুলিশের সঙ্গে হাত মিলিয়ে দিল্লি পুলিশ সোমবারই মহম্মদ সলমানকে আটক করেছে। তাঁর গাড়ির ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সলমান ওই গাড়িটি ওখলার দেবেন্দ্র নামে এক ব্যক্তিকে বিক্রি করেছিলেন। এরপর গাড়িটা ফের অম্বালার কোনও এক ব্যক্তিকে বিক্রি করা হয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই আধিকারিক জানিয়েছেন, একটি চলন্ত আই-২০ গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় গাড়ির মধ্যে তিনজন বসেছিলেন।
Hema Malini-Dharmendra: রূপোলি দুনিয়ার তারকাদের সম্পত্তির পরিমান কত তা জানতে সদা আগ্রহী থাকে অনুরাগীরা। এই মুহূর্তে চর্চায় রয়েছেন বলিউডের কিংবদন্তি দম্পতি ধর্মেন্দ্র ও হেমা মালিনী। সোমবার দুপুরে আচমকা রটে যায় অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বড় পর্দার বীরু। এই খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়তেই সানি দেওলের চিমের তরফে জানানো হয় এটি সম্পূর্ণ গুজব। রুটিন চেক আপের জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন হেমা মালিনী। তিনিও সংবাদমাধ্যমকে আশ্বস্ত করেছেন ধর্মেন্দ্র ভাল আছেন। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। এক নজরে দেখে নেওয়া যাক শোলে জুটির মোট সম্পত্তির পরিমান কত। কোন খাতে তাঁরা কত বিনিয়োগ করেছেন। আরও পড়ুন ICU-তে অত্যন্ত সংকটজনক ধর্মেন্দ্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য হেমা-ধর্মেন্দ্র সম্পত্তির পরিমান ২০২৪ সালে মথুরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তাঁর নির্বাচনী হলফনামায় মোট সম্পত্তির পরিমান উল্লেখ ছিল। নথি অনুসারে, ড্রিম গার্লের সম্পদের পরিমান ১২৯ কোটি টাকা। আর ধর্মেন্দ্রর মোট সম্পত্তি ১৬৯ কোটি। তারকা দম্পতির যৌথ সম্পদের পরিমান ২৯৭ কোটি টাকা। ড্রিম গার্লের উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ২.৯৬ কোটি টাকা আর নদগ অর্থের পরিমান ১৩ লক্ষরও বেশি। ধর্মেন্দ্রর টাকার পরিমান ৪৩ লক্ষের অধিক। আরও পড়ুন ভেন্টিলেটর সাপোর্টে ধর্মেন্দ্র, কেমন আছেন কিংবদন্তি অভিনেতা? জেনে নিন হেলথ আপডেট দম্পতির বিনিয়োগ হেমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে ১.১৩ কোটির বেশি অর্থ। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন ৪.২৮ কোটির বেশি টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন দু'কোটির বেশি অর্থ। ২০২৪ সালের হলফনামায় হেমা নিজেকে ১.৩ মিলিয়ানের মালিক হিসেবে ঘোষণা করেছিলেন। সেখানে ধর্মেন্দ্রর নগদ সম্পত্তি ৪.৩ মিলিয়ান। হেমার গয়না সাংসদ-অভিনেত্রী হেমা মালিনীর রয়েছে ৩.৩৯ কোটি টাকার গয়না। স্থাবর সম্পত্তির মোটে মূল্য ১০০ কোটির বেশি। অন্যদিকে ধর্মেন্দ্র ১৩৬ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি রয়েছে। ঋণের ক্ষেত্রে হেমার রয়েছে ১.৪২ কোটি টাকা যা ধর্মেন্দ্রর ক্ষেত্রে অনেকটাই বেশি। সেই অর্থের পরিমান ৬.৪৯ কোটি টাকা। ধর্মেন্দ্র কতটা ধনী? বলিউডের হি-ম্যান নামে পরিচাত ধর্মেন্দ্রর আনুমানিক মোট সম্পত্তির পরিমান ৩৩৫ কোটি থেকে ৪৫০ কোটি। ফিল্মি কেরিয়ারে তিনি ৩০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। আয়ের সিংহভাগ এসেছে চলচ্চিত্র, ব্র্যান্ড ও রিয়েল এস্টেটে বিনিয়োগ মারফৎ। লোনাওয়ালায় ১০০ একরের একটি বিশাল খামার বাড়ি আছে। মুম্বইয়ে বেশ কয়েকটি বিলাসবহুল সম্পত্তি ও গাড়ির মালিক। এছাড়াও কয়েকটি রেস্তোরাঁয় তাঁর কিছু অংশীদারিত্ব রয়েছে। আরও পড়ুন ধর্মেন্দ্রর অবস্থা সংকটজনক, চর্চার মাঝে হাসপাতালে হেমা, অভিনেতার স্বাস্থ্য নিয়ে কী বললেন ড্রিম গার্ল?
Delhi blast live updates: দিল্লিতে ফের দুঃস্বপ্ন! লালকেল্লার সামনে বিস্ফোরণ, জরুরি বৈঠকে অমিত শাহ
India blast live: দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পর দিল্লি জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা (High Alert)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে বিস্তারিত তদন্ত হবে এবং এই মুহূর্তে কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।” ঘটনার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। আরও পড়ুন- Delhi blast: লালকেল্লা বিস্ফোরণ, পুলওয়ামার বাসিন্দা গত মাসে কিনেছিলেন ওই i20, তদন্তে রোমহর্ষক সূত্র কোথায় ঘটেছে বিস্ফোরণ? সূত্র অনুযায়ী, সোমবার সন্ধ্যায় লালকেল্লা (লাল কিলা) মেট্রো স্টেশনের গেটের বাইরে দাঁড়ানো একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। গাড়িটি তখন ট্রাফিক সিগন্যালে থেমে ছিল বলে জানা গিয়েছে। বিস্ফোরণের প্রকৃতি এখনও পর্যন্ত স্পষ্ট নয়, ফরেনসিক বিশেষজ্ঞরা তা খতিয়ে দেখছেন। আরও পড়ুন- Red Fort blast: লালকেল্লা বিস্ফোরণ, ঘটনার আগে বিস্ফোরক বোঝাই গাড়ি কোথায়, কতক্ষণ ছিল? সহায়তার জন্য হেল্পলাইন নম্বর: দিল্লি পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি বা আহতদের খোঁজে নিচের জরুরি নম্বরগুলোতে যোগাযোগ করা যেতে পারে — দিল্লি পুলিশ জরুরি নম্বর: ১১২ (২৪ ঘণ্টা সক্রিয়) দিল্লি পুলিশ কন্ট্রোল রুম: ০১১-২২৯১০০১০ / ০১১-২২৯১০০১১ LNJP হাসপাতাল (যেখানে অধিকাংশ আহত ভর্তি): ০১১-২৩২৩৩৪০০ আরও পড়ুন- Bihar Election 2025 Live Updates: বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ! সকাল থেকেই বুথে ভিড়, বাড়ানো হয়েছে নজরদারি জরুরি পরিষেবা: ০১১-২৩২৩৯২৪৯ (সরাসরি বা ফোনে তথ্য নেওয়া যাবে) দিল্লি ফায়ার সার্ভিস: ১০১ অ্যাম্বুলেন্স পরিষেবা: ১০২ অথবা ১০৮ আরও পড়ুন- Red Fort blast: “কয়েক সেকেন্ডে সব কিছু শেষ…”, দিল্লি বিস্ফোরণে প্রত্যক্ষদর্শীর চোখে লালকেল্লার ভয়াবহতা AIIMS ট্রমা সেন্টার (যদি কেউ স্থানান্তরিত হয়ে থাকেন): ০১১-২৬৫৯৪৪০৫ দিল্লি পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং NIA যৌথভাবে বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখছে। ঘটনাস্থলে ফরেনসিক দল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
Delhi blast: লালকেল্লা বিস্ফোরণ, পুলওয়ামার বাসিন্দা গত মাসে কিনেছিলেন ওই i20, তদন্তে রোমহর্ষক সূত্র
Red Fort blast: লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে তদন্তে বড় অগ্রগতি। তদন্তকারীরা জানতে পেরেছেন, যে হুন্ডাই i20 গাড়িটি বিস্ফোরণের উৎস ছিল, সেটি কাশ্মীরের পুলওয়ামার এক ৩৪ বছর বয়সি বাসিন্দা গত ২৯ অক্টোবর কিনেছিলেন। তাঁর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরেই দিল্লি পুলিশ গুরগাঁওয়ের এক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করে, যার নামে আগে ওই গাড়িটি রেজিস্টার ছিল। তদন্তকারীদের তিনি জানিয়েছেন, বহু আগেই গাড়িটি বিক্রি করে দিয়েছেন। এরপরই পুলিশ রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (আরটিও)-এর সঙ্গে যোগাযোগ করে মালিকানা হস্তান্তরের নথি খতিয়ে দেখে। তদন্তে জানা যায়, গাড়িটি একাধিকবার হাতবদল হয়ে শেষ পর্যন্ত পুলওয়ামার ওই ব্যক্তির কাছে পৌঁছায়। আরও পড়ুন- Red Fort blast: লালকেল্লা বিস্ফোরণ, ঘটনার আগে বিস্ফোরক বোঝাই গাড়ি কোথায়, কতক্ষণ ছিল? এছাড়া, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার বিস্ফোরণের আগে গাড়িটি লালকেল্লা সংলগ্ন পার্কিং এলাকায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে পার্ক করা ছিল। সূত্রের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়িটি দুপুর ৩টা ১৯ মিনিটে পার্কিং লটে প্রবেশ করছে এবং ৬টা ৪৮ মিনিটে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। “গাড়িটি যখন পার্কিং থেকে বেরোয়, তখন আশপাশে যানজট ছিল,” বলেন এক তদন্তকারী। গাড়িটিকে দরিয়াগঞ্জ, লালকেল্লা এলাকা, কাশ্মীরি গেট, এবং সোনেহরি মসজিদ সংলগ্ন জায়গাতেও দেখা গিয়েছে বলে সূত্রের খবর। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, এক ব্যক্তি গাড়ির চালকের আসনে বসে পার্কিং স্লিপ সংগ্রহ করছেন। আরও পড়ুন- Bihar Election 2025 Live Updates: বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ! সকাল থেকেই বুথে ভিড়, বাড়ানো হয়েছে নজরদারি তবে দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটিতে একাধিক ব্যক্তি ছিলেন। যদিও ফুটেজে আপাতত একজনকেই দেখা যাচ্ছে, তবে তদন্তকারীরা খতিয়ে দেখছেন পরে আর কেউ গাড়িতে ওঠেন কি না। বিস্ফোরণের ঘটনার তদন্তে যুক্ত রয়েছে দিল্লি পুলিশের বিশেষ সেল, ক্রাইম ব্রাঞ্চ, এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। এক আধিকারিক বলেন, “আমরা আশপাশের রাস্তা ও টোল প্লাজার ফুটেজ বিশ্লেষণ করছি, যাতে গাড়িটির সম্পূর্ণ গতিপথ কি ছিল তা জানা যায়।” আরও পড়ুন- Delhi Red Fort blast: দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর কলকাতাতেও হাই অ্যালার্ট জারি,অমিত শাহের পদত্যাগের দাবিতে সোচ্চার কল্যান উল্লেখ্য, বিস্ফোরণের মাত্র এক দিন আগে হরিয়ানার ফরিদাবাদে দুটি আবাসিক ভবন থেকে প্রায় ৩,০০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। দিল্লি পুলিশ এখন খতিয়ে দেখছে এই দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না। গাড়ির মালিকানা রহস্য উদ্ধার করতে পারলে তদন্তে নয়া তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে তদন্তকারীরা।
IND vs SA 1st Test News Update: সাবধান টিম ইন্ডিয়া! নিজের ঘরেই হতে পারে চরম বেইজ্জত
India vs South Africa Test Match: অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। ইতিমধ্যে দেশে ফিরে এসেছে টিম ইন্ডিয়া। শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল (Indian Cricket Team) এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে। অধিনায়ক হিসেবে শুভমান গিল (Shubman Gill) দেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজে লেটার মার্কস নিয়ে পাস করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজকে তারা ২-০ ব্যবধানে কার্যত পিষে দিয়েছিল। যদিও, অধিনায়ক শুভমান এবং ভারতীয় ক্রিকেট দলের আসল পরীক্ষা এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হবে। লাল বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা বরাবরই ভারতের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্য়ান্স করেছে। Indian Cricket Team: মহম্মদ সামিকে নিয়ে বড় খবর, আদৌ করতে পারবেন টিম ইন্ডিয়ায় কামব্যাক? দক্ষিণ আফ্রিকার পাল্লা ভারী টেস্ট ক্রিকেটে ভারত এবং দক্ষিণ আফ্রিকার হেড টু হেড রেকর্ড নিয়ে যদি আলোচনা করা যায়, সেক্ষেত্রে প্রোটিয়া ব্রিগেডের পাল্লা যে কিছুটা ভারী, তা বলা যেতেই পারে। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ৪৪ টেস্ট ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ১৮ ম্য়াচে জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা। আর ভারত জিতেছে ১৬ ম্য়াচে। প্রসঙ্গত, ২০১৯-২০ মরশুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টিম ইন্ডিয়া দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। Indian Cricket Team: অস্ট্রেলিয়া সিরিজের পরই অবসর রোহিত-বিরাটের? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট এরপর ২০২১ সালে দক্ষিণ আফ্রিকা তাদের নিজেদের ঘরে টিম ইন্ডিয়াকে কার্যত দুরমুশ করে। ২০২৩-২৪ মরশুমে সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়ে যায়। মোদ্দা কথা হল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার জয় খুব একটা সহজ হবে না। Indian Cricket Team: এক সিদ্ধান্তেই পুড়ল কপাল, টিম ইন্ডিয়ায় ঠাঁই হল না তারকা ব্যাটারের দুর্দান্ত ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা চলতি বছরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছিল প্রোটিয়া ব্রিগেড। পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত ২ ম্য়াচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-১ ব্যবধানে ড্র করেছিল। Indian Cricket Team: চরম দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়! হা-হুতাশ করছেন ভারতীয় সমর্থকরা সিরিজের দ্বিতীয় ম্য়াচে প্রোটিয়া ব্রিগেড পাকিস্তানকে ৮ উইকেটে পরাস্ত করে। ২০০৭ সালের পর এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের মাটিতে কোনও টেস্ট ম্য়াচ জিততে পারল। নিজেদের পারফরম্য়ান্সে সবাইকে প্রভাবিত করেছিল। সেনুরন মুথুস্বামী এবং কেশব মহারাজের ঘূর্ণিতে কুপোকাত হয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স করে, সেটাই আপাতত দেখার।
Red Fort blast: লালকেল্লা বিস্ফোরণ, ঘটনার আগে বিস্ফোরক বোঝাই গাড়ি কোথায়, কতক্ষণ ছিল?
Lal Kella blast: লাল কেল্লা বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, যে হুন্ডাই i20 গাড়িটি বিস্ফোরণের উৎস ছিল, সেটি লালকেল্লা সংলগ্ন পার্কিং এলাকায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে পার্ক করা ছিল। তারপর সেখান থেকে গাড়িটি বেরিয়ে যায়। তদন্তকারী সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সোমবার দুপুর ৩টা ১৯ মিনিটে গাড়িটি পার্কিং এলাকায় প্রবেশ করছে এবং ৬টা ৪৮ মিনিট নাগাদ সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। একটি সূত্রের দাবি, “গাড়িটি যখন পার্কিং থেকে বেরোচ্ছে, তখন আশপাশে প্রচুর যানজট ছিল।” আরও পড়ুন- Bihar Election 2025 Live Updates: বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ! সকাল থেকেই বুথে ভিড়, বাড়ানো হয়েছে নজরদারি ওই সূত্র আরও জানিয়েছে, গাড়িটিকে দরিয়াগঞ্জ, লালকেল্লা এলাকা, কাশ্মীরি গেট এবং সোনেহরি মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়ির আরোহী বা আরোহীদের শনাক্ত করার চেষ্টা চলছে। “ফরেনসিক দল ও বোম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে গাড়ির অবশিষ্টাংশ পরীক্ষা করছে,” বলে জানিয়েছেন এক কর্মকর্তা। আরও পড়ুন- Delhi Red Fort blast: দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর কলকাতাতেও হাই অ্যালার্ট জারি,অমিত শাহের পদত্যাগের দাবিতে সোচ্চার কল্যান দিল্লি পুলিশের বিশেষ সেল, ক্রাইম ব্রাঞ্চ এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-এর একাধিক দলকে এই ঘটনার তদন্তে যুক্ত করা হয়েছে। তাঁরা গাড়িটি পার্কিং এলাকায় আসার আগে কোন কোন পথে চলেছিল, তা খতিয়ে দেখছেন। এক আধিকারিকের কথায়, “আমরা আশপাশের রাস্তা ও টোল বুথের ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছি, যাতে গাড়ির সম্পূর্ণ গতিপথ নির্ধারণ করা যায়।” দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী গাড়িটিতে একাধিক ব্যক্তি ছিলেন। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) ঘটনার পরপরই দিল্লি পুলিশ কমিশনার ও ঘটনাস্থলে উপস্থিত অন্য সিনিয়র আধিকারিকদের কাছ থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন বলে জানিয়েছে গৃহ মন্ত্রক (MHA)। আরও পড়ুন- Red Fort blast: “কয়েক সেকেন্ডে সব কিছু শেষ…”, দিল্লি বিস্ফোরণে প্রত্যক্ষদর্শীর চোখে লালকেল্লার ভয়াবহতা গতকাল সোমবার সন্ধ্যা প্রায় ৬টা ৫৩ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে একটি ধীর গতিতে চলা গাড়ি ট্রাফিক সিগন্যালে থামার সময় হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশে থাকা আরও কয়েকটি যানবাহণ ক্ষতিগ্রস্ত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের তিনটি গাড়িতেও। এখনও পর্যন্ত ওই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রকৃতই এই গাড়ির মালিকানা এখন কার রয়েছে, তার আগে কার ছিল, কিভাবে এই গাড়ি কার পার্কিংয়ে এল, এসব নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।
Arghya Sen Birthday 2025: রবীন্দ্রসংগীতের স্বরমাধুর্যে ৯০ বছর, স্মরণে শিল্পী অর্ঘ্য সেন
Arghya Sen Birthday 2025: অর্ঘ্য সেন— এই নামটি রবীন্দ্রসংগীতের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। তাঁর গলায় রবীন্দ্রনাথের গানের যে অনুভব, যে মাধুর্য— তা আজও প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে। বর্তমান সময়ে রবীন্দ্রসংগীতের শিক্ষার্থীরা যে শিল্পীদের নিজেদের পথপ্রদর্শক মনে করেন, অর্ঘ্য সেন সেই তালিকার অন্যতম নাম। মা ছিলেন সংগীতচর্চায় আগ্রহী ১৯৩৫ সালের ১১ নভেম্বর, বাংলাদেশের ফরিদপুরে মামার বাড়িতে জন্ম অর্ঘ্য সেনের। তাঁর আদি বাড়ি ছিল খুলনার সেনহাটি গ্রামে। বাবা হেমেন্দ্রকুমার সেন ছিলেন কৃষিবিজ্ঞানের শিক্ষক, আর মা বিন্দুদেবী আগ্রহী ছিলেন সংগীতচর্চায়। সেই সূত্রে ছোট থেকেই সংগীতচর্চায় যুক্ত হলেও লেখাপড়াকে কখনও অবহেলা করেননি অর্ঘ্য সেন। আরও পড়ুন- শুধু শৈবপীঠই নয়, সতীপীঠও বক্রেশ্বর, দুর্গাপুজোয় থাকে এই বিশেষ আয়োজন তাঁর শৈশব কেটেছে ফরিদপুরে। সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে কলকাতায় আসেন এবং বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে ১৯৫১ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। পরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হন। আরও পড়ুন- শীতকালে কেন বাড়ে চুলকানি? জানুন প্রতিরোধের সহজ ঘরোয়া কায়দা অর্ঘ্য সেনের কর্মজীবন শুরু হয় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, যা পরবর্তীতে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশনে (NSSO) রূপান্তরিত হয়। দীর্ঘ কর্মজীবন শেষে সেখান থেকেই অবসর নেন। ছাত্রজীবনেই তাঁর সংগীতযাত্রার শুরু। প্রথমে রেডিওতে পঙ্কজকুমার মল্লিকের সংগীতশিক্ষা শুনে অনুপ্রাণিত হন। আরও পড়ুন- সময়মতো না খেলে কি দুর্বল হয়ে যেতে পারে হাড়? জানুন বিস্তারিত পরে অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রাথমিক শিক্ষা নেন। তাঁর জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি দেবব্রত বিশ্বাসের (জর্জ) কাছে শেখা শুরু করেন। গানের ভাব বুঝে গাওয়া, কথার উচ্চারণে প্রাণ আনার পথেই তিনি রবীন্দ্রসংগীতকে এক নতুন মাত্রা দেন। আরও পড়ুন- থাইরয়েডে একদম এড়িয়ে চলুন এই ৬ খাবার, না হলে বিরাট বিপদ! https://bengali.indianexpress.com/lifestyle/thyroid-diet-foods-to-avoid-6-worst-items-10644255 তিনি শুধু একজন গায়ক নন, ছিলেন রবীন্দ্রনাথের দর্শন ও কবিতার সংগীতরূপকার। তাঁর গাওয়া, 'আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে' কিংবা 'আমার মাথা নত করে দাও'— গানগুলো আজও শ্রোতার মনে অনুরণিত হয়। রবীন্দ্রসংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৭ সালে তাঁকে ভারত সরকারের সংগীত নাটক অকাদেমি পুরস্কার দেওয়া হয়। পরে তিনি 'টেগোর ফেলো' সম্মানে ভূষিত হন, যা রবীন্দ্রসংগীতের প্রতি তাঁর আজীবন নিবেদনকে স্বীকৃতি দিয়েছে।
Partha Chatterjee: টাকার স্তূপ থেকে জেলমুক্তি, ফিরে দেখা পার্থর ৩ বছর সাড়ে ৩ মাস
Partha Chatterjee bail: গত কয়েকমাস ধরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পার্থ। আজ (মঙ্গলবার) জেল থেকে ছাড়া পেয়ে নাকতলার বাড়িতে যাওয়ার কথা তাঁর। নাকতলায় তাঁর বাড়ি ঘিরে সেই ভিড় আর নেই। পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছিলেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। রাজনৈতিক মহলের একাংশ বলছে, জেল থেকে ছাড়া পেলেও পার্থ আর তৃণমূলে ফিরতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।
Bihar Polling Live News: আজ মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ। এই পর্বে মোট ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। মোট ৩ কোটি ৭০ লক্ষেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে থেকে ভারত-নেপাল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আজও সকাল থেকে কড়া নজরদারি সীমান্ত এলাকায়। আজ বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ মিটে গেলে আগামী ১৪ নভেম্বর ফলাফল ঘোষণা করা হবে। এই দফায় মোট ১২২টি আসনে ভোটগ্রহণ। প্রথম দফায় গত ৬ নভেম্বর ১২১টি আসনে ভোট হয়েছিল, যেখানে রেকর্ড ৬৫ শতাংশ ভোট পড়ে। আরও পড়ুন- West Bengal News Live Updates: ভর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, জারি হাই অ্যালার্ট, মৃত্যুতে তোলপাড় দ্বিতীয় দফায় ভোটগ্রহণ রাজ্যের ৪৫,৩৯৯টি ভোটকেন্দ্রে। যার মধ্যে ৪০,০৭৩টি বুথ গ্রামীণ অঞ্চলে। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ৪ লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১,৫০০ কোম্পানি (প্রায় ১.৫ লক্ষ কর্মী) এবং রাজ্যের পুলিশ, হোম গার্ড, ও নিযুক্ত করা হয়েছে নিরাপত্তার কাজে। আরও পড়ুন- Delhi Red Fort explosion: লালকেল্লার কাছেই বিরাট বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৮, আহত বহু, তুমুল আতঙ্কে হুলস্থূল, জারি হাই অ্যালার্ট
Horoscope: আজকের রাশিফল ১১/১১/২০২৫
কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope)মেষ/ Aries রাশিফল Rashifal : বহুদিন ধরে পড়ে থাকা অসম্পূর্ণ কাজ পুরো ... Read more The post Horoscope: আজকের রাশিফল ১১/১১/২০২৫ first appeared on GNE Bangla .
Shyambazar Ghomta Kali Temple: কলকাতার রহস্যময় ‘ঘোমটা কালী’ মন্দির, ভক্তদের কাছে ছোট ভবতারিণী
Shyambazar Ghomta Kali Temple: উত্তর কলকাতার প্রাচীন গলিতে লুকিয়ে আছে এক রহস্যময় দেবী — শ্যামবাজার ঘোমটা কালী। তিনি সাধারণ মানুষের কাছে ‘ছোট ভবতারিণী’ নামেও পরিচিত। বলরাম ঘোষ স্ট্রিটে অবস্থিত এই মন্দিরের ইতিহাস যেমন প্রাচীন, তেমনই লোককথায় ভরপুর। এই ঘোমটা কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ১৮৮৮ সালে, অর্থাৎ ১২৯৫ বঙ্গাব্দ। তৎকালীন বলরাম ঘোষের বংশধর তুলসীরাম ঘোষকে স্বপ্নে দেখা দিয়েছিলেন দেবী। স্বপ্নে দেখা রূপ অনুযায়ী এই মন্দিরে ঘোমটা পরিহিতা দেবীর মূর্তি গঠন করা হয়। দেবীর এই বিশেষ রূপই তাঁকে আলাদা করেছে কলকাতার অন্যান্য কালীমূর্তির থেকে। আরও পড়ুন- শুধু শৈবপীঠই নয়, সতীপীঠও বক্রেশ্বর, দুর্গাপুজোয় থাকে এই বিশেষ আয়োজন সাধারণত কালীমূর্তির মুখে থাকে মুক্তকেশী ভয়ংকর ভাব। কিন্তু, এখানে দেবীর মুখে ঘোমটা। মাথা ঢেকে, শান্ত অথচ শক্তিশালী এক রূপে তিনি পূজিতা হন। তাই তাঁর নাম— ঘোমটা কালী। স্থানীয়দের মতে, এই দেবী আসলে দক্ষিণাকালীরই এক মমতাময় রূপ। যাঁকে অনেক সাধক আবার ভবতারিণী হিসেবে মানেন। আরও পড়ুন- শীতকালে কেন বাড়ে চুলকানি? জানুন প্রতিরোধের সহজ ঘরোয়া কায়দা মন্দিরের ঠিকানা মন্দিরটি উত্তর কলকাতার বলরাম ঘোষ স্ট্রিটে। শ্যামবাজারের পাঁচ মাথার মোড় থেকে ভূপেন বোস অ্যাভিনিউ ধরে এগোলে মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের বিপরীতে এই পথেই রয়েছে মন্দিরটি। শ্যামপুকুর থানার ঠিক সামনেই। আরও পড়ুন- সময়মতো না খেলে কি দুর্বল হয়ে যেতে পারে হাড়? জানুন বিস্তারিত প্রতিদিন মন্দিরে নিত্যপূজা চলে। দেবীকে ভোগ হিসেবে দেওয়া হয় নুন ছাড়া লুচি, পাঁচ রকমের ভাজা, বোঁদে ও মিষ্টি। তবে সবচেয়ে বড় পূজা হয় কার্তিক অমাবস্যায়, কালীপুজোর দিনে। সেদিন মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। এছাড়াও বাসন্তী পঞ্চমীর দিনেও বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে। কারণ সেই দিনেই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। আরও পড়ুন- থাইরয়েডে একদম এড়িয়ে চলুন এই ৬ খাবার, না হলে বিরাট বিপদ! স্থানীয়দের বিশ্বাস, ঘোমটা কালী বিপদে পরিত্রাতা। তিনি সংকটমুক্তি ও মানসিক শান্তি দেন। অনেক ভক্ত বলেন, 'ঘোমটা মায়ের ঘরে গিয়ে কাতর প্রার্থনা করলে, মা ঘোমটার আড়াল থেকে আশীর্বাদ দেন।' সাধকরা বলেন, এই ঘোমটা কালী মায়ের রূপ আসলে আত্মনিয়ন্ত্রণ, শান্ত শক্তি ও আধ্যাত্মিক স্থিতির প্রতীক। মুক্তকেশী কালী যেখানে উগ্র শক্তির প্রতিনিধি, সেখানে ঘোমটা কালী রক্ষাকারিণী ও মমতাময়ী রূপে প্রকাশিত। আজও প্রতিদিন সকালের আরতি ও সন্ধ্যা পূজায় দেবালয়ে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। পুরনো কলকাতার আচার, ভক্তির আবহ, প্রদীপের আলো আর ঢাকের শব্দে আজও ঘোমটা কালী মন্দির যেন অতীত আর বর্তমানের সেতুবন্ধন হয়ে আছে। ঘোমটা কালী শুধু এক দেবী নন — তিনি কলকাতার সংস্কৃতি, আস্থা আর ধর্মবিশ্বাসের এক জীবন্ত প্রতীক। তিনি জনমানসে ভবতারিণীর মতোই মুক্তি ও রক্ষার প্রতীক।
SIR in Bengal: SIR ‘আতঙ্কে’ বিষপান, SSKM-এ মৃত্যু ধনেখালির বধূর! আসরে তৃণমূল
Another Death Amid SIR: আশা বিবাহিতা। কিন্তু থাকতেন নিজের বাপের বাড়িতে। বছর আষ্টেক আগে হরিপালে বিয়ে হয় তাঁর। কিন্তু দাম্পত্য কলহের জেরে নিজের বাপের বাড়িতে ফিরে আসেন তিনি। তারপর থেকে গত ৫ থেকে ৬ বছর ধরে এটাই ছিল তাঁর স্থায়ী ভিটে। কিন্তু দিন গুজরান যখন হয়ে যাচ্ছিল, তা হলে আত্মহত্যা করার মতো পরিস্থিতি কেন তৈরি হল?
Ajker Rashifal Bengali, 11 November 2025: সাফল্য, সৌভাগ্য আর প্রেমের নতুন ইঙ্গিত, পড়ুন আজকের রাশিফল
Ajker Rashifal Bengali, 11 November 2025: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫। আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। ৬ষ্ঠী তিথি ভোর ৬:৪৫ পর্যন্ত, এরপর সপ্তমী তিথি শুরু হবে। দিনটি শুভ বার সোম ও মঙ্গলের প্রভাবে পরিপূর্ণ। চন্দ্র ও মঙ্গলের যুগল প্রভাব আজ আবেগ, কর্ম ও সাহসের সঠিক মিশ্রণ তৈরি করবে। আজ জন্ম হলে আপনার রাশি বৃশ্চিক, প্রভাবশালী গ্রহ চন্দ্র ও মঙ্গল। শুভ সংখ্যা ২, ১১, ২০, ২৯। শুভ রত্ন মুক্তা ও রক্তপ্রবাল। শুভ রং লাল ও সাদা। মেষ/ Aries রাশিফল Rashifal আজ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের দিন। প্রভাবশালী আত্মীয়ের সহায়তায় কাজের অগ্রগতি সম্ভব। ব্যবসায় নতুন চুক্তি লাভের সম্ভাবনা। পরিবারে শান্তি বজায় রাখুন। শুভ রঙ: লাল শুভ সময়: সকাল ৮:০৩–১১:৩০ আরও পড়ুন- শুধু শৈবপীঠই নয়, সতীপীঠও বক্রেশ্বর, দুর্গাপুজোয় থাকে এই বিশেষ আয়োজন বৃষ/ Taurus রাশিফল Rashifal আজ অর্থভাগ্য শুভ। সৃজনশীল কাজে নতুন সুযোগ আসবে। ভাইবোনদের বিবাহ সংক্রান্ত ভালো খবর পেতে পারেন। সম্পত্তি বিষয়ক কাজেও অগ্রগতি হবে। শুভ রঙ: সাদা শুভ সময়: বিকেল ৫:২১–৮:৪৮ আরও পড়ুন- শীতকালে কেন বাড়ে চুলকানি? জানুন প্রতিরোধের সহজ ঘরোয়া কায়দা মিথুন/ Gemini রাশিফল Rashifal ব্যবসায়িক লেনদেন ও বকেয়া আদায়ে উন্নতি। পারিবারিক কাজে আত্মীয়ের সহযোগিতা পাবেন। খুচরা ব্যবসায়ীদের দিনটি লাভজনক। শুভ রঙ: সবুজ শুভ সময়: সকাল ৬:২০–৭:২০ আরও পড়ুন- সময়মতো না খেলে কি দুর্বল হয়ে যেতে পারে হাড়? জানুন বিস্তারিত কর্কট/ Cancer রাশিফল Rashifal আজ আপনি শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকবেন। নিজের উদ্যোগে জটিল কাজের সমাধান সম্ভব। অফিসে সম্মান বৃদ্ধি পাবে। শুভ রঙ: সাদা শুভ সময়: রাত ৯:৪৪–১২:২৩ আরও পড়ুন- থাইরয়েডে একদম এড়িয়ে চলুন এই ৬ খাবার, না হলে বিরাট বিপদ! সিংহ/ Leo রাশিফল Rashifal আজ আর্থিক ক্ষেত্রে কিছু বাড়তি ব্যয় হতে পারে। বিদেশযাত্রা বা নতুন ব্যবসা পরিকল্পনায় অগ্রগতি। ভ্রমণজনিত সাফল্যের যোগ। শুভ রঙ: কমলা শুভ সময়: সকাল ৮:০৩–১১:৩০ কন্যা/ Virgo রাশিফল Rashifal বকেয়া বিল আদায় বা কাজের পারিশ্রমিক পাওয়া সম্ভব। পরিবারের বড় কারও সাহায্য পাবেন। সামাজিক সম্মান বাড়বে। শুভ রঙ: নীল শুভ সময়: বিকেল ৫:২১–৮:৪৮ তুলা/ Libra রাশিফল Rashifal চাকরিপ্রত্যাশীদের জন্য শুভ সময়। প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন। পারিবারিক জীবনে শান্তি ও মর্যাদা বাড়বে। শুভ রঙ: সাদা শুভ সময়: দুপুর ২:১০–৩:৪৫ বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বিদেশ সংযোগ বা রফতানি ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। দীর্ঘদিনের ভাগ্যবিরোধ কমে যাবে। আত্মবিশ্বাস বাড়বে। শুভ রঙ: লাল শুভ সময়: সকাল ৬:২০–৭:২০ ধনু/ Sagitarious রাশিফল Rashifal আয় বাড়লেও অপ্রয়োজনীয় ব্যয় হবে। শেয়ার বাজারে সতর্ক থাকুন। গৃহস্থালি খরচ বাড়তে পারে। ব্যয়সংকোচনের পরিকল্পনা করুন। শুভ রঙ: হলুদ শুভ সময়: রাত ৫:৪৪–৬:২১ মকর/ Capricorn রাশিফল Rashifal জীবনসঙ্গীর সহায়তায় নতুন ব্যবসায় সফলতা। অবিবাহিতদের বিয়ের যোগ। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা। শুভ রঙ: সাদা শুভ সময়: বিকেল ৫:২১–৮:৪৮ কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal পারিবারিক জীবনে চমকপ্রদ কিছু ঘটতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। বিদেশযাত্রার সুযোগ আসবে। শুভ রঙ: নীল শুভ সময়: সকাল ৮:০৩–১১:৩০ মীন/ Pisces রাশিফল Rashifal প্রেম ভালোবাসায় সাফল্য। ছাত্রছাত্রীদের মনোযোগ বৃদ্ধি পাবে। যাঁরা পরীক্ষা বা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য দিনটি ফলপ্রসূ। শুভ রঙ: লাল শুভ সময়: রাত ৯:৪৪–১২:২৩ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করায় আবেগপ্রবণতা বেশি থাকবে। সিদ্ধান্ত নেওয়ার আগে শান্ত মনে ভাবুন। শুভ রঙ লাল ও সাদা ব্যবহার করলে দিনটি হবে আরও ফলপ্রসূ।
আপনার টাকা কোথায় বিনিয়োগ হচ্ছে? ভালোভাবে জানুন
স্টক মার্কেটে যে নতুন গতি এসেছে তা বোঝা যাচ্ছে।
উদ্ধার প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক, জালে দুই ‘জঙ্গি’ চিকিৎসক, দিল্লি কাণ্ডের নেপথ্যে ফরিদাবাদ চক্র?
ঘটনায় নাশকতার দিকটি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
পর্যটকদের জন্য সুখবর, সুলভে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের জন্য ৭টি বাস এনবিএসটিসি-র
সকাল ৬টা থেকে ২০ মিনিট ব্যবধানে সাতটি বাস ছেড়ে যায়।
ফের সিঁদুর আতঙ্ক পাকিস্তানে, বিস্ফোরণে দিল্লি রক্তাক্ত হতেই হাই অ্যালার্ট ইসলামাবাদে!
সোমবার সন্ধ্যে ৬টা ৫৫ মিনিট নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি।
কেমন যাবে আপনার মঙ্গলবার? জেনে নিন রাশিফল
Horoscope Today on November 11 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
১১ নভেম্বর রাশিফল: মঙ্গলে কোনও অমঙ্গল হবে না তো? কী রয়েছে আপনার ভাগ্যে?
জেনে নিন আজকের রাশিফল।
Dharmendra Health update: আশঙ্কাজনক ধর্মেন্দ্র, রাত বাড়তেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন
Dharmendra Hospitalised: এই মুহূর্তে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছেন তাঁর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল। হাসপাতালেই রয়েছেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী। এমনকী, অভিনেতার শারীরিক অবস্থার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে গিয়েছেন শাহরুখ খান ও সলমন খান।
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
Terror network: কেউ ডাক্তার, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আসল উদ্দেশ্য জেনে শিউরে উঠল সবাই
Scholars arrested in connection with terror network: সোমবার সন্ধেয় লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের আগেই হরিয়ানার ফরিদাবাদে দুটি ভাড়াবাড়ি থেকে প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হয়। আর সেই ভাড়াবাড়ি দুটি একজন ডাক্তারের। ওই ডাক্তারের নাম মুজাম্মিল শাকিল। জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। কিন্তু, ফরিদাবাদে আল ফলাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছিলেন। জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদের সঙ্গে তাঁর যোগসূত্র পাওয়া গিয়েছে।
Top 5 Sports News, 10 November: বুলার তোপ থেকে বিপাকে সৌরভ, দেখে নিন দিনের সেরা ৫ খবর
Top 5 Sports News: সোমবার (১০ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তোপ দাগলেন বিশিষ্ট সাঁতারু বুলা চৌধুরী। অন্যদিকে, রিচা ঘোষের প্রশংসা করতে গিয়ে বিপাকে সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে আবার শুভমান গিলের টি-২০ কেরিয়ার নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই৫ সেরা খবর। ইডেনে হবে বিশ্বকাপের সেমিফাইনাল আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হবে। আপাতত অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং কলকাতার ইডেন গার্ডেন্সকে (Eden Gardens) সেমিফাইনাল ম্য়াচের জন্য নির্বাচন করা হয়েছে। আইসিসি এবং বিসিসিআই ইতিমধ্যে এই সিদ্ধান্তে সিলমোহর লাগিয়ে দিয়েছে। পড়ে নিন বিস্তারিত: Eden Gardens: ইডেনে হবে বিশ্বকাপের সেমিফাইনাল! তবে রয়েছে বিশেষ শর্ত... বিপাকে সৌরভ সম্প্রতি সিএবি-র সংবর্ধনা অনুষ্ঠানে রিচা ঘোষের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জানিয়েছিলেন, বাংলার এই মহিলা ক্রিকেটারকে তিনি আগামীদিনে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে দেখতে চান। আর এই মন্তব্য করেই বিপাকে পড়েছেন তিনি। পড়ে নিন বিস্তারিত: Sourav Ganguly on Richa Ghosh: রিচার প্রশংসা করতে গিয়ে বিপাকে সৌরভ! ভুল বুঝছেন সকলে? মুখ্যমন্ত্রীকে তোপ বুলার সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুলা চৌধুরিকে (Bula Chowdhury) নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী জানান, বুলা নাকি তাঁর কাছে অর্জুন পুরস্কারের জন্য অনুরোধ করেছিলেন। বুলার কথায়, আমি ইতিমধ্যে চারটে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। এরপর কি আমার যোগ্যতা নিয়ে উনি প্রশ্ন তুলছেন? যদি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে খুবই অন্যায় করেছেন। পড়ে নিন বিস্তারিত: Bula Chowdhury On Mamata Banerjee: 'দয়া করে সম্মান কেড়ে নেবেন না...', মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 'বিস্ফোরক' বুলা চৌধুরী শামিকে মিথ্যেবাদী তকমা BCCI আধিকারিকের ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে শেষবার মহম্মদ শামি (Mohammed Shami) খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর থেকে তাঁর সামনে টিম ইন্ডিয়ার দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তিনি ফের কবে ভারতের হয়ে খেলবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মহম্মদ শামি তাঁর বক্তব্যে জানিয়েছিলেন যে তিনি আদৌ ফিট আছেন কি না, সেটা জানার জন্য কেউ ফোন করেননি। যদিও বিসিসিআই-এর একজন আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, শামির এই মন্তব্য একেবারেই মিথ্যে। পড়ে নিন বিস্তারিত: Mohammed Shami Controversy News: শামিকে নিয়ে ভয়ঙ্কর আপডেট, 'মিথ্যেবাদী' তকমা বোর্ডের ভেঙে ফেলা হচ্ছে জওহরলাল নেহরু স্টেডিয়াম দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামকে (Jawaharlal Nehru Stadium) নিয়ে একটা খারাপ খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, সরকারের পক্ষ থেকে এই স্টেডিয়াম নাকি ভেঙে ফেলা হতে পারে। ২০১০ কমনওয়েলথ গেমসের সময় ৯৬১ কোটি টাকা খরচ করে এই স্টেডিয়াম তৈরি করা হয়েছিল। সম্প্রতি, প্য়ারা অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আগেও ৫০ কোটি টাকা খরচ করে এই স্টেডিয়ামের সংস্কার করা হয়। যদিও ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্টেডিয়াম ভেঙে ফেলে এখানে একটি স্পোর্টস সিটি তৈরি করা হবে। পড়ে নিন বিস্তারিত: Jawaharlal Nehru Stadium: ভেঙে ফেলা হচ্ছে দেশের এই বিখ্যাত স্টেডিয়াম, মাথায় হাত ক্রীড়াপ্রেমীদের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ২৪ জন আহত হওয়ার পর ভারতজুড়ে নজিরবিহীন নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এই হামলার জেরে মহারাষ্ট্রের রাজধানী মুম্বই থেকে শুরু করে উত্তর প্রদেশ, বিহার এবং ইন্দো-নেপাল সীমান্ত পর্যন্ত সমস্ত স্পর্শকাতর এলাকায় হাই অ্যালার্ট ঘোষণা করেছে প্রশাসন। দেশের […] The post Delhi Explosion | দিল্লি বিস্ফোরণের পর দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি! হাই অ্যালার্টে মুম্বই থেকে নেপাল সীমান্ত appeared first on Uttarbanga Sambad .
লাল সিগনালের কাছে আসতেই সর্বনাশ! দিল্লিতে ফিদায়েঁ হামলার তত্ত্ব জোরাল ‘শাহী’মন্তব্যে
হাসপাতালেও যান অমিত শাহ।
হাসপাতালে প্রেম চোপড়া, আচমকাই অসুস্থ প্রবীণ অভিনেতা! কী জানাল পরিবার?
ধর্মেন্দ্রর পর এবার হাসপাতালে প্রেম চোপড়া। উদ্বেগ মায়ানগরীতে।
Sweet recipe |মিষ্টি খেতে ইচ্ছে করছে? বাইরে থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নিন দই মাখনার পুডিং
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উৎসব শেষে ওজন বেড়ে গেছে নিশ্চই বাইরে খাবার খেয়ে? বেড়ে যাওয়া ওজন কমাতে হবে খুব তাড়াতাড়ি। কারণ, তার পরে আবার অন্য উৎসব। বড় দিন, নববর্ষ। গোটা দুনিয়া যখন দারুণ পোশাক-আশাকে সাজবে, তখন নিশ্চয়ই আপনিও পিছিয়ে থাকতে চাইবেন না। কিন্তু গত কয়েক দিনের অনিয়মে অনেকেই মিষ্টিতে রাশ টানতে পারছেন না। তবে জেনে […] The post Sweet recipe | মিষ্টি খেতে ইচ্ছে করছে? বাইরে থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নিন দই মাখনার পুডিং appeared first on Uttarbanga Sambad .
‘জঙ্গি হামলা যুদ্ধের শামিল’, বলেছিলেন মোদি, রাজধানী রক্তাক্ত হতে কী বলছেন প্রধানমন্ত্রী?
ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও কথা বলেছেন তিনি।
Amit Shah: ‘সবরকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে’, দিল্লি বিস্ফোরণ নিয়ে বললেন শাহ
Blast in Delhi: এনআইএ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG), ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (FSL) এবং দিল্লি পুলিশকে একসঙ্গে তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, এনআইএ-র একটি টিম ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। বিস্ফোরণের কারণ কী, কীভাবে বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।
Terrorists arrested: আদিলকে 'ডোজ' দিতেই বেরিয়ে এক এক করে তার বাকি সঙ্গীসাথীদের নাম বেরোতে শুরু করে। ৩০ অক্টবর দিল্লির কাছে হরিয়ানার ফরিদাবাদ একযোগে তল্লাশি চালায় জম্মু-কাশ্মীর ও হরিয়ানা পুলিশ। তখনই এক কাশ্মীরি চিকিৎসক ডাক্তার মুজম্মল শাকিল নামে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক গ্রেফতার।
India vs South Africa: ইডেন টেস্ট শুরুর আগে সামির হয়ে ব্যাট ধরলেন সৌরভ
মঙ্গলবার থেকে ইডেনে অনুশীলন শুরু করছে ভারত আর দঃ আফ্রিকা। বুমরা, সিরাজের সঙ্গে ইডেনের চেনা পরিবেশে অনুশীলন করবেন আকাশদীপ। বাভুমা, মার্করাম সমৃদ্ধ হেভিওয়েট প্রোটিয়া ব্যাটিং লাইনআপকে সমীহ ধরাতে পারেন বুমরা, আকাশদীপরা। টেস্ট ঘিরে আগ্রহও বেশ বাড়ছে।
‘পিছনের গাড়িতেই ছিলাম, হঠাৎ দেখলাম আগুনের গোলা’, প্রত্যক্ষদর্শীর বয়ানে দিল্লি বিভীষিকা
বিস্ফোরণের শব্দে কার্যত কানে তালা ধরে গিয়েছিল কিছু সময়।
Dry Mascara |মাষ্কাড়া শুকিয়ে গেলে তেল-জল ঢেলে প্রাণ ফেরান? চোখের ক্ষতি না করে জেনে নিন কৌশল
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেষ্কঃ আপনি যতবার মাস্কারা থেকে ব্রাশ বার করবেন অল্প অল্প করে মেয়াদ কমতে থাকবে তার। জলে ফিল্ম-ফর্মার এবং মোম মিশিয়ে মাস্কারা তৈরি হয়। প্রতি বার ব্রাশ পাম্প করার সময় বা ব্রাশে মোচড় দিলেই খানিক বাতাস ঢুকে গিয়ে জলের কিছু অংশ বাষ্পীভূত হয়ে যায়। তা সে যত ভাল মানের মাস্কারাই(Dry Mascara) ব্যবহার করুন […] The post Dry Mascara | মাষ্কাড়া শুকিয়ে গেলে তেল-জল ঢেলে প্রাণ ফেরান? চোখের ক্ষতি না করে জেনে নিন কৌশল appeared first on Uttarbanga Sambad .
India vs South Africa: ইডেনে পিচ দেখলেন গম্ভীর, কেমন হবে বাইশ গজ?
শহরে এসে গিয়েছে ভারত আর দক্ষিণ আফ্রিকার দুই দলের ক্রিকেটাররা। মঙ্গলবার থেকে ক্রিকেটের নন্দনকাননে শুরু অনুশীলন। ৬০ টাকার টিকিটের চাহিদা তুঙ্গে। সিএবি সূত্রের খবর, ইতিমধ্যেই ৩৪ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সর্বনিম্ন দামের টিকিট এই মুহূর্তে নেই। মহমেডান স্পোর্টিং গ্রাউন্ডে দেখা গেল টিকিট ঘিরে বিপুল চাহিদা।
Amit Shah |দিল্লি বিস্ফোরণ কাণ্ড: হাসপাতাল পরিদর্শনে অমিত শা, যাচ্ছেন ঘটনাস্থলেও
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের রাজধানী দিল্লিতে সোমবার সন্ধ্যায় ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের (Red Fort Metro Station) কাছে এক ভয়াবহ উচ্চ-তীব্রতার বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ। এই বিপর্যয়ের পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ও […] The post Amit Shah | দিল্লি বিস্ফোরণ কাণ্ড: হাসপাতাল পরিদর্শনে অমিত শা, যাচ্ছেন ঘটনাস্থলেও appeared first on Uttarbanga Sambad .
Delhi Blast |বিস্ফোরণের পরই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা! নয়াদিল্লির ঘটনায় গভীর শোক প্রকাশ মোদির
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লির বিস্ফোরণে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ লাল কেল্লার কাছে এক ট্রাফিক সিগনালে চলন্ত গাড়িতে বিস্ফোরণে (Delhi Blast) ১৩ জনের মৃত্যু হয়। এই ঘটনাকে জঙ্গি নাশকতা বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিক কালের মধ্যে এমন ঘটনার নজির নেই। এর অব্যবহিত পরেই স্বরাষ্ট্রমন্ত্রী […] The post Delhi Blast | বিস্ফোরণের পরই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা! নয়াদিল্লির ঘটনায় গভীর শোক প্রকাশ মোদির appeared first on Uttarbanga Sambad .
Partha Chatterjee: ৩ বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি, অবশেষে জেল-মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর
Partha Chatterjee News: সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও নির্দেশ ছিল গ্রুপ সি মামলায় নির্দিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন। এদিনই সেই প্রক্রিয়া শেষ হয়। তারপরই বিশেষ সিবিআই আদালতের বিচারক রিলিজ ওর্ডার ইস্যু করেন।
Old Delhi blast: রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায় এবং এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের এলএনজেপি (লোকনায়ক জয়প্রকাশ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী ঘটেছিল লালকেল্লার বাইরে? সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ পুরনো দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১–এর বাইরে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের আরও কয়েকটি গাড়ি ও রিকশা আগুনে পুড়ে যায়। পুলিশের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, অন্তত ৮ জন মারা গেছেন এবং ১২ জন আহত। আরও পড়ুন- Red Fort blast: রাস্তায় ছড়িয়ে দেহ, কান্নায় ভাসছে চাঁদনি চক, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন চত্বর যেন মৃত্যুপুরী! ঠিক কোথায় ঘটেছে বিস্ফোরণটি? বিস্ফোরণের স্থানটি লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১–এর বাইরে, দিল্লি গেট থেকে কাশ্মীর গেট পর্যন্ত সড়কের ওপর অবস্থিত। এই জায়গাটি চাঁদনি চক মার্কেটের বিপরীতে এবং জামে মসজিদ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে। এটি পুরনো দিল্লির অন্যতম ব্যস্ততম এলাকা। আরও পড়ুন- Delhi Red Fort blast live: আহতদের দেখতে হাসপাতালে অমিত শাহ, ঘটনাস্থলও পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী কখন ঘটেছে ঘটনা? সোমবার সন্ধ্যায়, ব্যস্ত সময়ে, এক ধীরগতির সিএনজি গাড়ি লাল সিগন্যালে দাঁড়িয়েছিল। সেই সময়েই বিস্ফোরণ ঘটে। দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা জানান, বিস্ফোরণের সময় গাড়িটিতে ২-৩ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলের বর্তমান অবস্থা: দিল্লি পুলিশ, স্পেশাল সেল ও দমকলের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়। আশপাশের এলাকায় জারি হয়েছে উচ্চ সতর্কতা। আরও পড়ুন- Delhi Red Fort Blast: দিল্লি বিস্ফোরণের নেপথ্যে সন্ত্রাসযোগ? সরাসরি এবার আসরে নামলেন মোদী, শোকপ্রকাশ মমতার মেট্রো পরিষেবা কি বন্ধ? দিল্লি পুলিশ লালকেল্লা মেট্রোর গেট নম্বর ১ ও ৪–এর প্রবেশ ও প্রস্থান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) জানিয়েছে, পুরো নেটওয়ার্কে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। বিস্ফোরণে হতাহতের সংখ্যা: সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এই বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ১২ জন আহত। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দমকল বিভাগের প্রতিবেদন: দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফোন পেয়ে ৭টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। ৭টা ২৯ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উত্তর প্রদেশে নিরাপত্তা জোরদার: বিস্ফোরণের পর উত্তর প্রদেশ জুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। রাজ্যের এডিজি (ল’ অ্যান্ড অর্ডার) অমিতাভ ইয়শ জানান, সংবেদনশীল ধর্মীয় স্থান, সীমান্ত এলাকা ও ব্যস্ত জেলাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব জেলায় পুলিশ টহল ও তল্লাশি অভিযান চালাচ্ছে। আরও পড়ুন- West Bengal News Live Updates: ভর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, জারি হাই অ্যালার্ট, মৃত্যুতে তোলপাড় ভারতে অতীতের বিস্ফোরণগুলো: ভারতে পূর্বেও এমন বিস্ফোরণ ঘটেছে — গত বছর বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ থেকে শুরু করে ২০০৮ সালের দিল্লির ধারাবাহিক বোমা হামলা পর্যন্ত। নয়ডা পুলিশের টহল ব্যবস্থা: বিস্ফোরণের পর নয়ডা পুলিশের পক্ষ থেকে সেক্টর-৬২ এবং সংলগ্ন এলাকায় পায়ে হেঁটে টহল শুরু করা হয়েছে। সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদনি চক বাজার বন্ধ: চাঁদনি চক ব্যবসায়ী সমিতির সভাপতি সঞ্জয় ভার্গব জানিয়েছেন, মঙ্গলবার বাজার বন্ধ থাকবে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Delhi Blast: ‘রাস্তা থেকে দুটো আধখানা দেহ তুললাম… গাড়িটায় ছিল ওরা ৪ জন’, নিজে চোখে দেখেছেন সবটা
Delhi Blast: সোমবার সন্ধ্যায় মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরার কথা ছিল তাঁর। লালকেল্লা স্টেশনের ১ নম্বর গেটেই ছিলেন তিনি। আচমকা বীভৎস শব্দ। তাঁর চোখের সামনেই দাউদাউ করে জ্বলতে থাকে সব। রাস্তার ওপার থেকে ছুটে আসেন ওই ব্যক্তি। হাত লাগান উদ্ধারকাজে।
Local Train Cancellations: শিয়ালদহ-বিধাননগরের মাঝে চলবে কাজ, ফের ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়
Train Cancellations: ৩১৫৪২ শান্তিপুর – শিয়ালদহ লোকালের যাত্রাপথ সংক্ষেপিত করা হচ্ছে। ব্যারাকপুরেই শেষ হবে যাত্রা। পাশাপাশি ১২ তারিখ ৩১৫১১ শিয়ালদহ – শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে ছাড়বে। ৫৩১৭১ শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার ১২ নভেম্বর শিয়ালদহ থেকে ছাড়বে ভোর ৪টা ১৫ মিনিটে।
Red Fort: আজ অর্থাৎ সোমবার সন্ধে নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং লটে দুটি গাড়ি দাঁড়িয়েছিল। আচমকা সেগুলিতেই বিস্ফোরণ ঘটে। স্টেশনের ১ নম্বর গেটে আগুন ধরে গিয়েছে। এ দিকে আজ সকালেই হরিয়ানায়-সহ দেশের একাধিক জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। দেশ জুড়ে যে একটা নাশকতার ছক কষা হচ্ছিল, তা গত কয়েকদিনেই অনুমান করেছিলেন গোয়েন্দারা। আর এবার ভর সন্ধ্যায় খাস দিল্লিতেই বিস্ফোরণ।
আজও ভোটার নন স্বাধীনতা সংগ্রামী! SIR আবহে প্রশ্নের মুখে কল্পনা বসুর ‘নাগরিকত্ব’
ঋষি অরবিন্দ ঘোষের স্ত্রী মৃণালিনী দেবীর ভাইঝি, কল্পনা বসু।
Delhi high alert: রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১–এর বাইরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে ছয়টি গাড়ি, চারটি মোটরসাইকেল এবং তিনটি ই-রিকশা আগুনে পুড়ে যায় বলে সূত্রে জানা গেছে। দুর্ঘটনার সময় ও উদ্ধার অভিযান: দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। খবর পেয়ে সাতটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে। মৃত ও আহতদের অবস্থা: লোকনায়ক হাসপাতালের এমডি ডাঃ বি. এল. চৌধুরী জানান, “এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে এবং ছয়জন আহত।” আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন- West Bengal News Live Updates: ভর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, জারি হাই অ্যালার্ট, মৃত্যুতে তোলপাড় বিস্ফোরণের প্রকৃতি নিয়ে তদন্ত চলছে: দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার (সেন্ট্রাল রেঞ্জ) মধুর ভার্মা বলেন, “গাড়িটি সিএনজি চালিত ছিল। এখনই বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে কিছু বলা খুব তাড়াতাড়ি হবে।”ঘটনাস্থলে দিল্লি পুলিশের স্পেশাল সেল, স্থানীয় পুলিশ, এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) ও এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) যৌথভাবে তদন্ত শুরু করেছে। রাজধানী জুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। আরও পড়ুন- Delhi Red Fort Blast: দিল্লি বিস্ফোরণের নেপথ্যে সন্ত্রাসযোগ? সরাসরি এবার আসরে নামলেন মোদী, শোকপ্রকাশ মমতার চোখে দেখা দৃশ্য ও স্থানীয়দের প্রতিক্রিয়া: বিস্ফোরণের পরের ভিডিওগুলোতে দেখা গেছে, রাস্তাজুড়ে আগুন, ছড়িয়ে থাকা দেহ, এবং মানুষজন মরিয়া হয়ে আহতদের উদ্ধার করার চেষ্টা করছেন। সিস গঞ্জ গুরুদ্বারার আশেপাশের বাসিন্দারা জানান, বিস্ফোরণের অভিঘাতে তাঁদের জানালা ভেঙে যায় এবং তাঁরা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। চাঁদনি চক ব্যবসায়ী সমিতির বক্তব্য: চাঁদনি চক সর্বব্যাপার মণ্ডলের সভাপতি সঞ্জয় ভার্গব বলেন, “এটি ছিল ভয়ংকর বিস্ফোরণ। প্রায় ৭০০ থেকে ৯০০ মিটার দূরেও কম্পন অনুভূত হয়েছে। ভবনগুলো কাঁপছিল, যেন ভূমিকম্প হয়েছে… রাস্তায় দেহ পড়ে ছিল।” আরও পড়ুন- Abhijit Ganguly: “উনি আবেগপ্রবণ মানুষ, সব ঠিক আছে”, অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে মুখ খুললেন শমীক ভট্টাচার্য ঘটনাস্থলের অবস্থান ও পরিস্থিতি: লালকেল্লা মেট্রো স্টেশনটি দিল্লি গেট থেকে কাশ্মের গেট পর্যন্ত মূল সড়কে অবস্থিত। এটি চাঁদনি চকের বিপরীতে, জামা মসজিদ থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে, এবং পুরোনো দিল্লি রেলস্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে। বিস্ফোরণের পর বাজারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঞ্জয় ভার্গব বলেন, “সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাগুলো ভরে গেছে, ক্রেতাদের মধ্যে আতঙ্ক। সবাই দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন… পার্কিং এলাকায় লম্বা লাইন পড়ে গেছে।” আরও পড়ুন- Delhi Red Fort explosion: লালকেল্লার কাছেই বিরাট বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৮, আহত বহু, তুমুল আতঙ্কে হুলস্থূল, জারি হাই অ্যালার্ট মেট্রো চলাচলে সীমিত বিধিনিষেধ: দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) এক বিবৃতিতে জানিয়েছে, “দিল্লি পুলিশ লালকিলা মেট্রো স্টেশনের গেট নম্বর ১ ও ৪–এ প্রবেশ/প্রস্থান সাময়িকভাবে বন্ধ করেছে। তবে গোটা নেটওয়ার্কে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।”
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বাজেয়াপ্ত ৩৫৭টি ভুয়ো কার্ড, শিকড়ের খোঁজে পুলিশ
চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের আবেদন, অবৈধ কার্ডের সঙ্গে যুক্ত হবেন না।
New Delhi Blast |নয়াদিল্লির বিস্ফোরণে মর্মাহত মমতা! শোক জানিয়ে পোস্ট সমাজমাধ্যমে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবারের সন্ধ্যা ভয়াবহ বিস্ফোরণে (New Delhi Blast) কেঁপে উঠেছে দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকা। প্রাণ গিয়েছে অন্তত ১০ জনের। জখম ২৪। এই ঘটনায় শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নয়াদিল্লির বিস্ফোরণের খবর শুনে আমি স্তম্ভিত। যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের জন্য সমবেদনা। আর যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তাঁদের […] The post New Delhi Blast | নয়াদিল্লির বিস্ফোরণে মর্মাহত মমতা! শোক জানিয়ে পোস্ট সমাজমাধ্যমে appeared first on Uttarbanga Sambad .
মতুয়া ঠাকুরবাড়িতে অনশন মঞ্চে অসুস্থ আরও ৩, ফের কটাক্ষ শান্তনুর!
অনশনে যোগ দেবেন মমতাবালা ঠাকুর।
Delhi Red Fort blast live: দিল্লি বিস্ফোরণে মৃত্যু মিছিল, ঘটনাস্থলে NIA, NSG টিম, জারি হাই অ্যালার্ট
Delhi Bomb Blast Red Fort Metro Station Gate 1 Live: সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দিল্লি কেঁপে ওঠে এক প্রবল বিস্ফোরণে। লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে পার্ক করা একটি গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও তিন-চারটি গাড়িতে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের দোকানগুলির কাচ ভেঙে যায়, এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ ও দমকল বাহিনী। দিল্লি দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে অন্তত ১৫টি দমকল ইঞ্জিন পাঠানো হয়। আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজে নেমে পড়ে পুলিশ ও দমকল কর্মীরা। আহতদের দ্রুত এলএনজেপি (LNJP) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের পরেই রাজধানী জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। দিল্লি পুলিশের বিশেষ সেল এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ফলে চারপাশে থাকা বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর গোটা এলাকা কর্ডন করে ফেলে পুলিশ, বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ গাড়ি চলাচল। বিস্ফোরণের পর শুধু দিল্লিই নয়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং মুম্বইতেও সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী। লাল কেল্লা সংলগ্ন এলাকা দিল্লির অন্যতম ব্যস্ত অঞ্চল। সন্ধ্যার সময় এখানে স্থানীয় বাজারে ভিড় থাকে প্রচুর, বহু পর্যটকও ভ্রমণে আসেন। এমন সময়ে এই বিস্ফোরণ শহরের নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি বিস্ফোরণের কারণ ও পেছনের ষড়যন্ত্রের দিকটি খতিয়ে দেখছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। আহত হয়েছেন আরও ৩০ জন। “উনি আবেগপ্রবণ মানুষ, সব ঠিক আছে”, অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে মুখ খুললেন শমীক ভট্টাচার্য চাকরি দুর্নীতি মামলায় জেলমুক্তি, দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল, পড়ুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ আপডেট
Fai Network: জম্মু ও কাশ্মীরে এবার বিচ্ছিন্নতাবাদী ‘ফাই নেটওয়ার্ক’ গুঁড়িয়ে দিল পুলিশ
Terror linked network: পুলিশ জানিয়েছে, জঙ্গি কার্যকলাপে সমর্থনকারী নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতেই এই অভিযান চালানো হয়। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই লক্ষ্য। জম্মু ও কাশ্মীরে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কড়া হাতে দমন করা হবে বলে পুলিশের মুখপাত্র জানান।
Winter in Bengal: ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ, বাংলায় হাড় কাঁপানো ঠান্ডা কবে?
Bengal Weather: শীতল পশ্চিমী হাওয়ার দাপট ক্রমেই বাড়ছে। হাওয়া অফিস মনে করছে আগামী ৫দিন কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। বিগত কয়েকদিনের মতো আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রাও ১৫ ডিগ্রির নিচেই ঘোরাফেরা করবে।
TMC-Supreme Court: সুপ্রিম কোর্টে মামলা দোলা-মালার, শুনানি মঙ্গলবারই
TMC-Supreme Court: এসআইআর নিয়ে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বারবার তাঁরা বলেছেন, বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না। আর এবার একেবারে শীর্ষ আদালতে মামলা।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের অন্যতম হাই-প্রোফাইল স্থান দিল্লির লালকেল্লার কাছে আজ সন্ধ্যায় ঘটে যাওয়া উচ্চ-তীব্রতার বিস্ফোরণে মৃতের সঙ্খ্যা বেড়ে দাঁড়াল ১৩। ঘটনায় অন্তত ২৪ জন গুরুতর আহত হয়েছেন। সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ এই ভয়াবহ ঘটনাটি ঘটে, যা দেশের রাজধানী এবং তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। দিল্লি পুলিশ সূত্রে জানা […] The post Delhi Explosion | ট্রাফিক সিগন্যালে ধীর গতির গাড়িতে ঘটে ‘শক্তিশালী’ বিস্ফোরণ! দিল্লির ঘটনায় মৃত বেড়ে ১৩ appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের অন্যতম হাই-প্রোফাইল স্থান দিল্লির লালকেল্লার কাছে আজ সন্ধ্যায় এক উচ্চ-তীব্রতার বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ২৪ জন গুরুতর আহত হয়েছেন। সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ এই ভয়াবহ ঘটনাটি ঘটে, যা দেশের রাজধানী এবং তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি লালকেল্লা […] The post Delhi Explosion | ট্রাফিক সিগন্যালে ধীর গতির গাড়িতে ঘটে ‘শক্তিশালী’ বিস্ফোরণ! হাই অ্যালার্টে একাধিক রাজ্য appeared first on Uttarbanga Sambad .

19 C