SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

Smriti Mandhana Marriage Cancellation: চূড়ান্ত প্রস্তুতির পরেও কেন ভাঙল বিয়ে? অবশেষে অভিমানের কথা জানালেন স্মৃতি

Smriti Mandhana: স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ে ইতিমধ্যে ভেঙে গিয়েছে। এই ব্যাপারে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সুপারস্টার ওপেনার নিজেই সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছেন। প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর স্মৃতি এবং পলাশের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু, স্মৃতির বাবার শরীর আচমকা খারাপ হওয়ার কারণে সেই বিয়ের অনুষ্ঠান ভেস্তে যায়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বাবার শরীর সুস্থ হলেই স্মৃতি হয়ত বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু, শেষপর্যন্ত বিয়েটাই ভেঙে গেল। পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভাঙলেন স্মৃতি মান্ধানা রবিবার (৭ ডিসেম্বর) স্মৃতি তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি শেয়ার করেছেন। সেখানেই তিনি এই বিয়ে ভাঙার কথাটি ঘোষণা করেন। ওই পোস্টে স্মৃতি লিখেছেন, 'গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক গুজব প্রকাশ্যে এসেছে। তবে এবার মনে হয়, এই ব্যাপারে আমার মুখ খোলা উচিত। আমি যথেষ্ট ব্যক্তিগত একজন মানুষ। প্রত্যেকটা ব্যাপার নিজের মতো করে গুছিয়ে রাখি। তবে একটা কথা আমি স্পষ্ট করে দিতে চাই, বিয়েটা ভেঙে গিয়েছে। আর এই ব্যাপারটা আমি এখানেই থামাতে চাই। আশা করছি, আপনারাও আমাকে সাহায্য করবেন।' (বিস্তারিত আসছে...)

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 2:56 pm

বাবরির শিলান্যাসের পরই ইউটার্ন হুমায়ুনের! ছাড়ছেন না ভরতপুরের বিধায়ক পদ

ইস্তফা না দেওয়া নিয়ে কী সাফাই তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবীরের?

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 2:51 pm

Gautam Gambhir |ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা নিরীক্ষার অভিযোগ ওড়ালেন গম্ভীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীর (Gautam Gambhir) যখন থেকে ভারতীয় দলের হেডকোচের দায়িত্ব পেয়েছেন তখন থেকে দলের প্রথম একাদশের ভারসাম্য কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে। তার কারণ গম্ভীর দলের বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার নাম করে তাঁর পছন্দের কিছু খেলোয়াড়কে দলে জায়গা দিচ্ছেন বলে অভিযোগ। কিন্তু তাতে আমল দিতে নারাজ গম্ভীর। […] The post Gautam Gambhir | ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা নিরীক্ষার অভিযোগ ওড়ালেন গম্ভীর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 2:46 pm

চরিত্র নষ্টের চেষ্টা! স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙার পরই আইনি ব্যবস্থার হুমকি পলাশের

'মুভ অন করেছি', সোশাল মিডিয়ায় জানিয়েছেন পলাশ।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 2:39 pm

‘ঔদ্ধত্যের পতন, এটাই হওয়ার ছিল’, ইন্ডিগো বিপর্যয়ে খোলা চিঠি পাইলটের, দুষলেন CEO-কে

পাইলটের দাবি, 'আমরা জানতাম, এমনই দুর্দিন আসবে ইন্ডিগোতে।'

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 2:30 pm

কপালে তিলক, হাতে অর্ঘ্য, প্রোটিয়াদের উড়িয়েই মন্দিরে ‘সাচ্চা ঈশ্বরভক্ত’বিরাট

একাদশ শতাব্দীতে ওড়িশার গজপতি শাসকরা এই মন্দির নির্মাণ করেছিলেন।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 2:29 pm

তিন বছর ধরে বিদ্যুতের বিল মেটাননি লালুর ত্যাজ্যপুত্র! বকেয়া ছাড়াল সাড়ে তিন লাখ

প্রশ্ন, বকেয়ার পরিমাণ এতটা বেড়ে যাওয়ার পরেও কেন তেজপ্রতাপের বাড়ির বিদ্যুতের লাইন কেটে দেওয়া হল না?

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 2:25 pm

Geeta Path at Brigade |ব্রিগেডে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’, হাজির শুভেন্দু-সুকান্ত, মঞ্চে রাজ্যপালও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রবিবার ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ হল। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ওডিশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, এমনকি বাংলাদেশ, নেপাল থেকেও বহু মানুষ এতে যোগ দেন। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তথাগত রায়, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। নিজের আসন […] The post Geeta Path at Brigade | ব্রিগেডে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’, হাজির শুভেন্দু-সুকান্ত, মঞ্চে রাজ্যপালও appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 2:21 pm

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন! ঝোপে উদ্ধার দেহ, রক্তাক্ত বসিরহাট

অভিযুক্ত ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 2:20 pm

এক বছরে ১০০ ছক্কা! একমাত্র ভারতীয় হিসাবে নতুন নজির অভিষেকের

বর্তমানে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত পাঞ্জাব দা পুত্তর অভিষেক।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 2:17 pm

Rohit-Kohli |অবশেষে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে রোহিত ও কোহলিকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট ও এক দিনের সিরিজ শেষ হয়েছে। এবার শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু রোহিত (ROHIT) ও কোহলির (KOHLI) টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তাঁরা এই সিরিজে অংশ নেবেন না। তাই এই রো-কো জুটিকে চলতি বছরে আর ভারতের জার্সি গায়ে দেখা যাবে না। এরপর ২০২৬ সালের জানুয়ারী […] The post Rohit-Kohli | অবশেষে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে রোহিত ও কোহলিকে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 2:13 pm

গঙ্গাসাগর মেলায় নজর কাড়বে দিঘার জগন্নাথ মন্দিরের রেপ্লিকা, কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী

মুখ্যমন্ত্রী আসার আগেই দিঘার জগন্নাথ দেবের মন্দিরের রেপ্লিকা সম্পূর্ণ করে ফেলতে চাইছেন প্রশাসনিক আধিকারিকরা।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 2:10 pm

নির্দিষ্ট ব্যাটিং অর্ডার থাকা অপ্রয়োজনীয়…! পরীক্ষানিরীক্ষা নিয়ে সমালোচনা ওড়ালেন গম্ভীর

ওয়ানডে সিরিজ জয়ের পর সব সমালোচনাকেই ফুঁৎকারে উড়িয়েছেন গম্ভীর।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 2:06 pm

কংগ্রেস ছাড়ছেন সিধু? ‘অভিমানী’নেতার ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন স্ত্রী, দিলেন মুখ্যমন্ত্রিত্বের শর্ত

'পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মুখ করা হলে তবেই সক্রিয় রাজনীতিতে', বার্তা সিধু পত্নীর।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 2:02 pm

বারাণসীর রাস্তা নোংরার অভিযোগ, ছবি-সহ প্রমাণ দিয়ে গর্জে উঠলেন ‘ক্যুইন’কঙ্গনা

বলিউডের ময়দান হোক কিংবা রাজনৈতিক ইস্যু, সবেতেই ‘রণং দেহি’ সাংসদ-নায়িকা।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 2:01 pm

DDLJ 30-London: ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম, তিন দশক পরও ম্যাজিক অটুট শাহরুখ-কাজলের

অক্টোবরে আদিত্য চোপড়ার কাল্ট ক্লাসিক ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে) ৩০ বছর পূর্ণ করেছে। এটি একটি এমন প্রেমের গল্প, যা শুধু বলিউড নয়, ভারতীয় পপ সংস্কৃতিকেও বদলে দিয়েছে। ২০ অক্টোবর ১৯৯৫-এ মুক্তির পর থেকে মুম্বাইয়ের মারাঠা মন্দির, প্রতিদিনই ছবিটি প্রদর্শন করে আসছে। আর এবারের বর্ষপূর্তিতে শ্রদ্ধা জানাতে পুরো বিশ্ব এগিয়ে এসেছে। এই উদযাপনের সবচেয়ে ঐতিহাসিক দিকটি হলো- প্রথমবারের মতো কোনও ভারতীয় সিনেমাকে, লন্ডনের লিসেস্টার স্কোয়ার-এ এর প্রধান চরিত্র রাজ ও সিমরান-এর লাইফ-সাইজ ব্রোঞ্জ মূর্তি দিয়ে সম্মান জানানো হয়েছে। শাহরুখ খান ও কাজল ব্যক্তিগতভাবে, এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ছবি ও ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়, যেখানে দু’জনকে তাঁদের আইকনিক পোস-এ নিজেদের ব্রোঞ্জ মূর্তির সামনে দাঁড়িয়ে দেখা যায়। Dharmendra: সারারাত মদ্যপ অবস্থায়, মনের দুঃখে পরিচালককে ফোন করে কী বলেছিলেন ধর্মেন্দ্র? অনুষ্ঠানে কাজল ছিলেন আকর্ষণীয় সমুদ্র-নীল শাড়িতে, আর শাহরুখ খান বেছে নিয়েছিলেন ক্লাসিক কালো স্যুট। পরবর্তীতে এক্স-এ শাহরুখ লিখেছেন, “বড় বড় দেশো মে, এইসি ছোটি ছোটি বাতে হোতি রেহতি হ্যায়, সেনোরিতা!” তিনি জানান, ডিডিএলজে-র ৩০ বছর পূর্তি উপলক্ষে, লন্ডনে রাজ–সিমরানের মূর্তি উন্মোচন করতে পেরে, তিনি গভীর সম্মান ও আনন্দ অনুভব করছেন। পাশাপাশি যুক্তরাজ্যবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি অনুরোধ করেন, লন্ডনে গেলে মূর্তিটির সামনে যেন সকলেই যান। ১৯৯৫ সালে মুক্তির পর ছবিটি ১০২.৫ কোটি টাকা আয় করে সেই বছরের সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্রে পরিণত হয়। বছরের পর বছর ধরে ডিডিএলজে শুধু একটি হিট ফিল্ম নয়—বরং ভারতের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সফল, প্রভাবশালী ও দীর্ঘস্থায়ী সিনেমার একটি হয়ে দাঁড়িয়েছে। এটি “1001 Movies You Must See Before You Die”-এ থাকা তিনটি হিন্দি ছবির একটি, এবং ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সর্বকালের সেরা ভারতীয় সিনেমার তালিকায় রয়েছে দ্বাদশ স্থানে। ২০১২ সালে, এটি বিএফআই-এর Sight & Sound জরিপে নির্বাচিত হয়েছিল সর্বকালের সেরা ১,০০০ ছবির তালিকায়। মাত্র ২৬-এ শেষ স্বপ্ন! প্রসব জটিলতায় প্রাণ হারালেন কনটেন্ট ক্রিয়েটর প্যারি মরিয়ম ডিডিএলজে ছিল আদিত্য চোপড়ার পরিচালনার প্রথম কাজ। চিত্রনাট্যে তিন বছর সময় ব্যয় করে তিনি এটি বাবা- যশ চোপড়াকে এই ছবি উপহার দেন। রোম্যান্সের নতুন ব্যাখ্যা নিয়ে অনেকেই সন্দিহান থাকলেও, আদিত্য নিজের দৃষ্টিভঙ্গির প্রতি অটল ছিলেন এবং সম্পূর্ণ সৃজনশীল স্বাধীনতা বজায় রেখেছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 2:00 pm

বাবরি মসজিদের শিলান্যাস, হুমায়ুনকে খোঁচা ইকবাল আনসারির

তৃণমূল সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির গতকাল বেলডাঙ্গা ও রাজিনগরের মাঝ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর জেরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই প্রসঙ্গে রাম জন্মভূমি বনাম বাবরি মসজিদ মামলার প্রাক্তন মামলাকারী ইকবাল আনসারি স্পষ্টভাবে জানান, দেশে রাম জন্মভূমি ও বাবরি মসজিদ নিয়ে আর কোনও বিরোধ নেই। তাঁর বক্তব্যে রাজ্যের আসন্ন নির্বাচনী আবহে মন্দি-মসজিদ নিয়ে তৈরি হওয়া বিতর্ক নতুন তাৎপর্য যোগ করেছে। ইকবাল আনসারি বলেন, ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি-বাবরি বিরোধের চূড়ান্ত রায় দেয়। সেই রায় মেনে মুসলিম সম্প্রদায়কে ৫ একর জমি বরাদ্দ করা হয় এবং দেশজুড়ে মুসলিম সমাজ আদালতের রায়কে সম্মান জানায়। তিনি স্পষ্টই বলেন, “আজ এই বিষয় ঘিরে কোনও উত্তেজনা বা আইনি লড়াই নেই। নির্বাচনের আগে এটি ফের তোলা ছাড়া আর কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।” #WATCH | Ayodhya, Uttar Pradesh | On the foundation stone of Babri Masjid laid by suspended TMC MLA Humayun Kabir in Beldanga, Iqbal Ansari, former litigant in the Ram Janmabhoomi vs Babri Masjid Case, says, ...Today there is no dispute over Ram Janmabhoomi and Babri Masjid. The… pic.twitter.com/mjtPG9wrBe — ANI (@ANI) December 7, 2025 আনসারি অভিযোগ করেন, বাংলার নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে মন্দির-মসজিদের রাজনীতি সামনে আনা হচ্ছে। তাঁর মতে, তৃণমূল নেতৃত্ব নির্বাচনী ফায়দার জন্য 'বাবরের' নামকে ব্যবহার করছে, যদিও বর্তমান পরিস্থিতিতে বাবরের কোনও সামাজিক বা রাজনৈতিক প্রাসঙ্গিকতা নেই। তিনি মন্তব্য করেন, “আমরা এটাকে স্রেফ রাজনীতির খেলা বলেই মনে করি।” নিজের বক্তব্যে ইকবাল আনসারি আরও বলেন, বাবর ভারতে কোনও হাসপাতাল, স্কুল বা সমাজকল্যাণমূলক কাজ করেননি। তাই তাঁর নামে মসজিদ নির্মাণ ধর্মীয় বা সামাজিক দৃষ্টিকোণ থেকে মোটেই উপযুক্ত নয়। তিনি স্পষ্ট ঘোষণা করেন, “বাবরের নামে কোনও মসজিদ তৈরি করা উচিত নয়; এটাই আমাদের অবস্থান।” আরও পড়ুন- পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা, আসছেন মমতাও? আরও পড়ুন- অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 2:00 pm

Smriti Mandhana |পলাশের সঙ্গে বিয়ে বাতিল! নীরবতা ভেঙে জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধানা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে বাতিল। অবশেষে নীরবতা ভেঙে সাফ জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। গত ২৩ নভেম্বর তাঁদের বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পরই তা নিয়ে জল্পনা চলছিল। আদৌ বিয়ে হবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল স্মৃতি ও পলাশের বিয়ে। […] The post Smriti Mandhana | পলাশের সঙ্গে বিয়ে বাতিল! নীরবতা ভেঙে জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধানা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 1:50 pm

নানা কারণে ঘুমের বিভ্রাট? জেনে নিন রাতে শোওয়ার আগে বিছানার পাশে কী রাখবেন

বায়ু দূষণ ও অ্যালার্জির সমস্যা মেটাতে কাজে লাগান এই জাদুকরী টোটকা।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 1:44 pm

বিশ্বাসঘাতকতার শাস্তি? পলাশের সঙ্গে বিয়ে ভেঙে দিলেন স্মৃতি

জল্পনার অবসান ঘটালেন বিশ্বজয়ী ক্রিকেটার।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 1:37 pm

ব্রিগেডে গীতাপাঠের আসরে রাজ্যপাল আনন্দ বোস! মধ্যমণি বঙ্গ বিজেপি নেতারাই

৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসরে দেশ-বিদেশ থেকে এসেছেন বহু ভক্ত।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 1:32 pm

ছাত্রের মাকে মোবাইলে ঘনঘন কুপ্রস্তাব! বাংলাদেশে বহিষ্কৃত জামাতের শীর্ষ নেতা

ঝালকাঠির বহিষ্কৃত জামাত সভাপতি একটি মাদ্রাসায় পড়াতেন।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 1:27 pm

Bagdogra |ইন্ডিগো বিভ্রাটের জের, বাতিল তীর্থযাত্রা

খোকন সাহা, বাগডোগরা: ইন্ডিগোর বিভ্রাট শনিবারও জারি রয়েছে (IndiGo)। এদিনও দেশজুড়ে প্রচুর বিমান বাতিল হয়েছে। বাগডোগরা (Bagdogra) থেকে শনিবার দুপুর পর্যন্ত ইন্ডিগোর পাঁচটি বিমান বাতিল হয়েছে। যার জেরে সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা। এদিকে, ইন্ডিগোর বিমান বাতিলের ফলে শনিবার শ-খানেক তীর্থযাত্রী সৌদি আরবের জেড্ডায় যাওয়া বাতিল হয়ে যায়। বিকাল পর্যন্ত অপেক্ষা করে কোনও বিকল্প ব্যবস্থা না […] The post Bagdogra | ইন্ডিগো বিভ্রাটের জের, বাতিল তীর্থযাত্রা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 1:24 pm

Mathabhanga |প্রফুল্লর মন্দিরে নমোই নমস্য

দেবাশিস দত্ত, পারডুবি: বাড়িতে শিব, কালী, মনসার মতো নানা দেবদেবীর মূর্তি রয়েছে। কিন্তু সব ছাপিয়ে নজর কাড়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি। দেবতা হিসেবে তাঁকেই পুজো করেন মাথাভাঙ্গা–২ ব্লকের (Mathabhanga) পারডুবির প্রফুল্ল বর্মন। নৈবেদ্য হিসেবে এই বিজেপি সমর্থক নমোকে ফলমূল, লুচি, সুজি দেন। আর পরে সেসব খান। ভাত–রুটি বা বিরিয়ানি? মোদিপুজো শুরুর পর থেকে প্রফুল্ল […] The post Mathabhanga | প্রফুল্লর মন্দিরে নমোই নমস্য appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 1:14 pm

নতুন ‘জেমস বন্ড’হবেন শাহরুখ? প্রশ্নের জবাবে কী জানালেন ‘কিং’

'নো টাইম টু ডাই'-ই ছিল জেমস বন্ডের চরিত্রে ড্যানিয়েল ক্রেগের শেষ ছবি।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 1:10 pm

অন্যের ভাবনায় মৌলিক সুর সৃষ্টিতে দারুণ

মৈনাক মজুমদার খুব সহজে একটি গান তৈরি করে ফেলা আজকাল হয়তো কোনও ব্যাপারই নয়। গত কয়েক বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গানের জগতে একটি বিশাল পরিবর্তন এনেছে, যা আমরা এখন খুব সহজে দেখতে পাচ্ছি। এই পরিবর্তনটি এত দ্রুত হচ্ছে যে এটি এখন আর আলোচনার বিষয় নয়, বরং বাস্তব। সুনো (Suno), ইউডিও (Udio), সাউন্ড্র […] The post অন্যের ভাবনায় মৌলিক সুর সৃষ্টিতে দারুণ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 1:04 pm

হয়তো একদিন নীতার জন্য সংলাপও লিখে ফেলবে

অভ্রদীপ ঘটক প্রযুক্তির দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিঃস্বন্দেহে এক অভাবনীয় বিপ্লব। ‘ফ্রম আলপিন টু এলিফ্যান্ট’ ব্যাপ্তিতে আধুনিক পৃথিবীতে জীবজগতের পাশাপাশি এই কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎসংসারও ছড়িয়ে চলেছে। মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্কের মতোই সে নিজেকে প্রতি মুহূর্তে আপডেট করে চলেছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষের সমাজব্যবস্থা পর্যন্ত পালটে যেতে চলেছে। বহু চাকরির ভবিষ্যৎ চলে যেতে যাচ্ছে। যাঁরা […] The post হয়তো একদিন নীতার জন্য সংলাপও লিখে ফেলবে appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 12:58 pm

Entertainment Latest Live News Updates: মদের নেশায় চুর ধর্মেন্দ্র কোন পরিচালককে ফোন করেছিলেন?

প্রয়াত কিংবদন্তি ধর্মেন্দ্র, যিনি গত সপ্তাহে প্রয়াত হন, ছয় দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমার অন্যতম উজ্জ্বল আইকন হিসেবে রাজত্ব করেছেন। ৩০০-রও বেশি ছবিতে অভিনয় করা এই তারকা বলিউডে সর্বাধিক হিট ছবির রেকর্ড নিজের দখলে রেখেছিলেন। রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চন- বলিউডে দুই সুপারস্টারের উত্থানের মাঝেও তাঁর জনপ্রিয়তা কখনও কমেনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 12:57 pm

UP Teacher |যোগীরাজ্যে মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু বিএলও-র, পরিবারের কাঠগড়ায় এসআইআর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজের চাপে এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর মৃত্যুর অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশে। মৃতের নাম লালমোহন সিং (৫৮)। শনিবার মোদি নগরের নেহেরু নগরে নিজের বাসভবনে তাঁর মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে খবর। দেশের বেশ কয়েকটি রাজ্যের পাশাপাশি এসআইআরের কাজ চলছে। মোদি সায়েন্স ও […] The post UP Teacher | যোগীরাজ্যে মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু বিএলও-র, পরিবারের কাঠগড়ায় এসআইআর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 12:55 pm

Omar Abdullah |ভেন্টিলেশনে ইন্ডিয়া, সরব ওমর

নয়াদিল্লি: ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়ে ক্রমশ প্রশ্ন তৈরি হচ্ছে শরিকদের মধ্যে। এবার সেই ভিড়ে শামিল হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। এনডিএ (NDA) ও বিজেপির (BJP) সঙ্গে তুলনা টেনে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো হতাশাও প্রকাশ করেছেন তিনি। একটি আলোচনাচক্রে যোগ দিয়ে ওমর বলেন, ‘এই জোট এখন কার্যত লাইফ সাপোর্টে রয়েছে।’ তাঁর […] The post Omar Abdullah | ভেন্টিলেশনে ইন্ডিয়া, সরব ওমর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 12:50 pm

সরকারের নীতির জেরেই ইন্ডিগোর বিপর্যয়! রাহুলের দাবি খণ্ডন করে পালটা নায়ডুর

ইন্ডিগোর বিপর্যয়ের জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 12:47 pm

Katy Perry-Justin Trudeau |জাপান সফরের ছবি প্রকাশ্যে! প্রেমের সম্পর্কে সিলমোহর কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন পপ তারকা কেটি পেরি ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Katy Perry-Justin Trudeau)। শনিবার ইনস্টাগ্রামে জাপান সফরের (Japan trip) বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন কেটি। আর তাতেই ট্রুডোর সঙ্গে রোম্যান্টিক পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে। ছবি ও ভিডিওগুলি পোস্ট করে কেটি ক্যাপশনে লিখেছেন, ‘টোকিও […] The post Katy Perry-Justin Trudeau | জাপান সফরের ছবি প্রকাশ্যে! প্রেমের সম্পর্কে সিলমোহর কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 12:43 pm

TMC |বকেয়া প্রশ্নে সুর চড়া তৃণমূলের

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের (West Bengal) ১০০ দিনের কাজের বকেয়া (outstanding) নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা করল তৃণমূল (TMC)। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ ও শতাব্দী রায় অভিযোগ করেন, মোদি–শা-র সরকার ইচ্ছাকৃতভাবে সংসদ ও দেশবাসীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে এবং রাজনৈতিক প্রতিহিংসার বশে পশ্চিমবঙ্গের মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এমনকি সুপ্রিম […] The post TMC | বকেয়া প্রশ্নে সুর চড়া তৃণমূলের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 12:41 pm

বক্স অফিসে ‘ধুরন্ধর’ঝড়! রবিবারই ৮৫ কোটির গণ্ডি পেরতে পারে রণবীর-অক্ষয়দের ছবি

শুক্রবার দেশজুড়ে পাঁচ হাজার স্ক্রিনে মুক্তি পায় ‘ধুরন্ধর’।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 12:28 pm

Wake Up Tired: সকালে ক্লান্তি দূর করতে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ, বদলান এই ৭ অভ্যাস

Wake Up Tired: অনেকেই অভিযোগ করেছেন, সকালবেলা ঘুম থেকে উঠেই শরীর যেন ভেঙে পড়ে, ক্লান্তি কাটে না, আবার দুপুরের আগে চোখ ভারী হয়ে আসে। দিনের শুরুতেই যখন এনার্জি লেভেল নীচে নেমে যায়, তখন কাজের প্রতি মনোযোগ এবং সক্রিয়তা দুটোই মারাত্মকভাবে কমে যায়। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট (Gastroenterologist) যা জানিয়েছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট (Gastroenterologist) ডা. পাল মনিক্কম জানিয়েছেন, প্রতিদিন সকালে এমন ক্লান্তি নিয়ে জেগে ওঠার পিছনে বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী অনিয়মিত ঘুমের অভ্যাস, ভুল সময়ে খাওয়া বা রাতে অতিরিক্ত আলো-শব্দের পরিবেশে থাকা। তিনি বলছেন, মাত্র কিছু ছোট অভ্যাস পরিবর্তন করলেই ঘুমের গুণগত মান বাড়ে এবং সকালে ঘুম ভাঙার সঙ্গে শরীরে ফিরে আসে স্বাভাবিক সক্রিয়তা। আরও পড়ুন- সকালে মাত্র ১০ মিনিট এটি করুন, শরীরে অক্সিজেনের মাত্রা বাড়বে দ্রুত ডা. মনিক্কমের মতে ঘুম ঠিক রাখতে সবচেয়ে জরুরি বিষয় হল, ফিক্সড স্লিপ সাইকেল। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়া এবং একই সময়ে ঘুম থেকে ওঠা আমাদের শরীরের সার্কাডিয়ান রিদমকে স্থিতিশীল রাখে। বিশেষজ্ঞরা বলছেন, ঘুমানোর আগে অন্তত একঘণ্টা ফোন, টিভি বা স্ক্রিন থেকে দূরে থাকা উচিত। নীল আলো মেলাটোনিন কমিয়ে দেয়, ফলে ঘুম গভীর হয় না। ঘুমানোর ২০–৩০ মিনিট আগে নরম আলো, বই পড়া বা গরম জলে স্নান—এই ধরণের রিল্যাক্সিং রুটিন শরীরকে ঘুমের জন্য তৈরি রাখে। আরও পড়ুন- বিপদ ডাকছেন! কাল থেকে বরং ছেড়ে দিন নন-স্টিক প্যান, পরামর্শ বিশেষজ্ঞদের ঘুম ভালো হওয়ার আরেকটি প্রধান উপাদান হল আলো নিয়ন্ত্রণ। চড়া আলো (Bright light) শরীরকে ভুল সংকেত দেয় যে দিন এখনও শেষ হয়নি। তাই ঘর অন্ধকার রাখার জন্য ব্ল্যাকআউট কারটেইনস (blackout curtains) অত্যন্ত কাজের। এগুলো বাইরের গাড়ির আলো, স্ট্রিটলাইট বা ভোরের সূর্যালোক ঘরে ঢুকতে দেয় না। অন্ধকার পরিবেশ মেলাটোনিন নিঃসরণ বাড়ায় এবং ঘুম আরও গভীর এবং টানা হয়। ফলে সকালে ঘুম ভাঙার সঙ্গে মাথা ভারী লাগে না, শরীরও সতেজ থাকে। আরও পড়ুন- ট্যাটুতে মহাবিপদ! কালি থেকে বাড়ছে স্কিন ক্যানসারের চরম আশঙ্কা অনেকের ঘুম নষ্ট হওয়ার একটি বড় কারণ হল ঘরের তাপমাত্রা ঠিক না রাখা। ঘুমের সময় শরীর স্বাভাবিকভাবেই একটু ঠান্ডা হয়, ফলে ঘরের তাপমাত্রা তুলনামূলক কম হলে ঘুম দ্রুত আসে। বিশেষজ্ঞরা বলছেন, ১৮ থেকে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস ঘুমের জন্য আদর্শ তাপমাত্রা। বেশি গরম ঘুমের ছন্দ ভেঙে দেয় এবং ঘুমের মাঝখানে বারবার জাগিয়ে দেয়। ফলে সকালে ক্লান্তি আরও বেড়ে যায়। আরও পড়ুন- ধূমপান ছাড়ার বৈজ্ঞানিক পদ্ধতি কী? ৩-৩-৩-৩ ফর্মুলায় নিকোটিন অ্যাডিকশন থেকে মুক্তির টোটকা জানালেন চিকিৎসক ঘুমের পরিবেশ মনকে কীভাবে সংকেত দেয়, সেটিও গুরুত্বপূর্ণ। বিছানা শুধু ঘুমের জায়গা—এই মনস্তাত্ত্বিক কন্ডিশনিং খুবই কাজের। যদি বিছানায় বসে বারবার ফোন দেখা, সিরিজ দেখা বা খাওয়া-দাওয়া করার অভ্যাস থাকে, তাহলেও মস্তিষ্ক বিছানাকে বিশ্রামের জায়গা ভাবতে ভুলে যায়। ফলে শুতে গেলেও ঘুম আসে না। তাই বিছানা শুধুমাত্র ঘুম এবং বিশ্রামের জন্য ব্যবহার করাই ঘুমের মান বাড়ায়। রাতে দেরিতে খাওয়া অনেকেরই একটি বড় সমস্যা। দেরিতে ডিনার করলে খাবার ঠিকমতো হজম হওয়ার আগেই শুতে গেলে অ্যাসিডিটি, অম্বল বা গ্যাসের সমস্যা তৈরি হয়। এতে ঘুম ভেঙে যেতে পারে বা ঘুম গভীর হয় না। আগে রাতের খাবার খেলে শরীর হজমের কাজ শেষ করে ঘুমে প্রবেশ করে, ফলে সকালে শরীর খুব হালকা লাগে। পেট গরম বা ভারী হয়ে থাকার কারণে সকালের ক্লান্তিও কমে। অনেকেই ভাবেন বিকেলের পরেও কফি বা চা খেলেই ঘুম আসবে—এটাও ভুল ধারণা। ক্যাফেইন (Caffeine) শরীরে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে। তাই দুপুর ৩টার পর ক্যাফেইন নেওয়া ঘুমকে সরাসরি নষ্ট করতে পারে। ঘুমোতে সমস্যা হলে পরদিন সকালেও অতিরিক্ত ক্লান্ত লাগবে। তাই সন্ধ্যার পর কফি, ব্ল্যাক টি, চকোলেট বা এনার্জি ড্রিংক এড়িয়ে চলাই ভালো। দিনের শেষে মাত্র ১০ মিনিট নীরবতায় বসা, মেডিটেশন করা বা চোখ বন্ধ করে গভীর শ্বাস নেওয়া শরীর-মনকে শান্ত করে। স্ট্রেস কমলে ঘুম স্বাভাবিকভাবেই ভালো হয় এবং সকালে উঠে মাথা পরিষ্কার লাগে। ঘুমের মান শুধু শারীরিক নয়, মানসিক বিশ্রামের সঙ্গেও গভীরভাবে যুক্ত। তাই রাতে ঘুমানোর আগে নিজেকে শান্ত রাখাটা অত্যন্ত জরুরি। এই অভ্যাসগুলো নিয়মিত পালন করলে শুধু সকালের ক্লান্তি দূর হয় না, শরীরের এনার্জি লেভেলও সারাদিন ধরে বাড়তি থাকে। ঘুমের মান ভালো হলে মনোযোগ, স্মরণশক্তি, হরমোন ব্যালান্স—সবই উন্নত হয়। তবে কোনও নতুন রুটিন শুরু করার আগে বিশেষজ্ঞরা অবশ্যই ব্যক্তিগত স্বাস্থ্যপরিস্থিতি অনুযায়ী ডাক্তারি পরামর্শ নেওয়ার কথা বলছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 12:22 pm

Trump|ট্রাম্পের নোবেল পাওয়া উচিত

ওয়াশিংটন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) ভারত সফরের পর ট্রাম্পসরকারের বিদেশনীতি নিয়ে আমেরিকার অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অবস্থানের কড়া সমালোচনা করেছেন পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা মাইকেল রুবিন। তিনি বলেন, ‘ট্রাম্পের অবশ্যই নোবেল পুরস্কার পাওয়া উচিত। স্বঘোষিত শান্তি উদ্যোগের জন্য নয়, বরং অনিচ্ছাকৃতভাবে ভারত ও রাশিয়াকে আরও কাছাকাছি […] The post Trump| ট্রাম্পের নোবেল পাওয়া উচিত appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 12:21 pm

Virat Kohli vs Gautam Gambhir: বিরাট-গম্ভীরের সম্পর্ক ঠিক আছে তো? ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা তুঙ্গে

IND vs SA: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত ওয়ানডে সিরিজের তৃতীয় ম্য়াচটি বিশাখাপত্তনমে খেলা হয়েছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৯ উইকেটে জয়লাভ করার পাশাপাশি সিরিজ়ও ২-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরে ফেলেছে। টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) সুপারস্টার বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে বেরিয়ে এসেছে ম্য়াচজয়ী বাউন্ডারি। এরপর ক্রিকেটাররা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ করমর্দন করছিলেন। এমন সময় মুখোমুখি হন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর সেটা দেখার পরই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে, 'আদৌ এই দুজনের মধ্যে সম্পর্ক ঠিকঠাক আছে?' IND vs SA Highlights, 3rd ODI: বিধ্বংসী শতরান যশস্বীর, জয়গাথা লেখা হল কিং কোহলির ব্যাটে চিড় ধরেছে বিরাট এবং গম্ভীরের সম্পর্কে? বিশাখাপত্তনমে ওয়ানডে ম্য়াচ জেতার পর টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি যখন একে অপরের সঙ্গে হাত মেলালেন, সেইসময় দুজনের মধ্যে কারোর মুখেই হাসি দেখতে পাওয়া যায়নি। এমনকী, কেউ একে অপরের দিকে তাকালেনও না। এই জয়ের পর কোহলির সকলের সঙ্গেই আলিঙ্গন করছিলেন। কিন্তু, গম্ভীরের সঙ্গে তিনি তেমনটা করলেন না। আর সেকারণেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। IND vs SA 3rd ODI, Quinton de Kock Century: শুধু সেঞ্চুরিতেই ক্ষান্ত নন, এই ৫ রেকর্ডও গড়লেন কুইন্টন ডি কক! দেখে নিন সেই ভিডিও: While hugging Rohit Sharma - While hugging Gautam Gambhir - Virat Kohli clearly got some issues with Gautam Gambhir. pic.twitter.com/ZoEaEZJuaJ — Selfless⁴⁵ (@SelflessCricket) December 6, 2025 ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকরাও ভিডিওটি শেয়ার করতে শুরু করেছেন। প্রশ্ন তোলা হচ্ছে, এই ২ ক্রিকেটারের মধ্যে সম্পর্ক কি একেবারে তলানিতে এসে ঠেকেছে? যদিও এই প্রশ্নের উত্তর বর্তমানে বিসিসিআই এবং ড্রেসিংরুমে উপস্থিত ভারতীয় ক্রিকেটাররা ছাড়া আর কেউ দিতে পারবেন না। তবে যদি এই দুজনের সম্পর্ক খারাপ হয়ে যায়, তাহলে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য একেবারেই ভাল খবর নয়। IND vs SA Toss News: কুসংস্কার না অন্ধবিশ্বাস, কোন গুপ্তমন্ত্রে টস ভাগ্য ফেরাল টিম ইন্ডিয়া? সিরিজ় চলাকালীন বারংবার দেখা গেল এই দৃশ্য ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ় চলাকালীন বারংবারই এই দৃশ্য দেখতে পাওয়া গেল। রাঁচি ওয়ানডে ম্য়াচ শেষ হওয়ার পরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায়, গৌতম গম্ভীরের পাশ দিয়ে যাওয়ার সময় বিরাট কোহলি তাঁর পকেট থেকে মোবাইল ফোন বের করে নেন। এবং সেটা ঘাঁটতে শুরু করেন। গম্ভীর তাঁর দিকে তাকিয়ে থাকলেও, বিরাট কোনও ভ্রুক্ষেপ করেননি। এমনকী, রায়পুর ওয়ানডে জেতার পরও যখন কেক কাটা হচ্ছিল, তখনও হেড কোচকে ইগনোর করে বিরাট পাশ কাটিয়ে যান। এবার এই সিরিজের আরও একটি ভিডিও সামনে এসেছে। আর সেকারণেই সমর্থকদের চিন্তা আরও বেড়ে গিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 12:10 pm

Deepfake |ডিপফেক রুখতে বিল লোকসভায়

নয়াদিল্লি: রশ্মিকা মান্ধানা থেকে কুমার শানু, শচীন তেন্ডুলকার থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—অনেককেই ডিপফেক (Deepfake) প্রযুক্তির ফাঁদে পড়তে হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ডিপফেক কন্টেন্ট বা কৃত্রিমভাবে তৈরি ভুয়ো ছবি ও ভিডিওর বিপজ্জনক প্রসার রুখতে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্র। লোকসভায় (Lok Sabha) ‘তথ্যপ্রযুক্তি (সংশোধনী) বিল, ২০২৫’ পেশ করা হয়েছে। এই বিলের প্রধান উদ্দেশ্য হল ডিপফেক সামগ্রী […] The post Deepfake | ডিপফেক রুখতে বিল লোকসভায় appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 12:08 pm

মুঘলপ্রেমী বিধায়ক, হুমায়ুনকে খোঁচা, মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপের দাবি VHP-এর

মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শনিবার কড়া নিরাপত্তার মধ্যেই বাবরি মসজিদের নামে সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থগিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। ঘটনার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি। সংগঠনের জাতীয় মুখপাত্র বিনোদ বনসাল সতর্কবার্তা দিয়ে বলেন, এই ঘটনার জেরে কোথাও হিন্দুদের উপর আক্রমণ হলে তার দায় সরাসরি হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের উপর পড়বে। আরও পড়ুন- ‘বিশ্ব যখন মন্দার কথা বলে, তখন ভারত অর্থনৈতিক উন্নতির গল্প লিখছে’, ইঙ্গিতপূর্ণ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিএইচপি নেতা বিনোদ বনসাল দাবি করেছেন, হুমায়ুন কবীরের আচরণ বিদেশি আক্রমণকারীদের মানসিকতার প্রতিফলন। তাঁর কথায়, “হুমায়ুন কবীরের শরীরে হয়তো বাবরের রক্ত নেই, কিন্তু মনে হচ্ছে সেই বিদেশি আক্রমণকারীর আত্মাই তার মধ্যে প্রবেশ করেছে। সেই আত্মাই তাকে বাবরি মসজিদের নামে মসজিদ বানাতে উৎসাহ দিচ্ছে এবং জিহাদি ভোটব্যাঙ্ককে তুষ্ট করার চেষ্টা করছে।”তিনি আরও বলেন, এই পদক্ষেপ সরাসরি ২০১৯ সালে শ্রী রাম জন্মভূমি মামলায় সুপ্রিম কোর্টের সর্বসম্মত রায়কে অমান্য করার শামিল। তাঁর অভিযোগ, হুমায়ুন কবীর শুধু আইনকে অসম্মান করছেন না, বরং জিহাদি মানসিকতাকে উস্কে দিয়ে বাংলা সহ সারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর সস্তা রাজনীতি করছেন।” তিনি দাবি করেন, যে বাবরি মসজিদ ৩৩ বছর আগে ভেঙে গেছে এবং বাবরের সমাধি রয়েছে আফগানিস্তানে, তাই বাবরি পুনর্নির্মাণ করতে হলে বাংলা নয়, আফগানিস্তানেই গিয়ে নির্মাণ করা উচিত ছিল। ভিএইচপি-র অভিযোগ, বাবরি মসজিদের নামে বাংলার হিন্দুদের বিরুদ্ধে বিষ ছড়ানো হচ্ছে, যা ইতিমধ্যেই বাংলাদেশি অনুপ্রবেশকারী ও মৌলবাদী জিহাদিদের চাপে থাকা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করতে পারে। তাই রাজ্য সরকারের প্রতি তাদের দাবি আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই মুঘলপ্রেমী বিধায়কের অপকর্ম অবিলম্বে বন্ধ করা হোক। বিনোদ বনসাল সতর্ক করেন, এই ঘটনার জেরে বাংলায় বা দেশের অন্য কোথাও হিন্দুদের বিরুদ্ধে কোনও অশান্তি, হিংসার ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়ভার থাকবে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের উপর। প্রয়োজনে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যপালের হস্তক্ষেপেরও দাবি জানিয়েছে ভিএইচপি। আরও পড়ুন- পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা, আসছেন মমতাও? আরও পড়ুন- অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 12:05 pm

Sharmila Tagore: কুণালের সঙ্গে লিভ-ইন, সোহাকে শর্মিলা কেন বলেছিলেন, 'ও আর তোমাকে বিয়ে করবে না?'

সোহা আলি খান এবং কুণাল খেমু ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে গাঁটছড়া বাঁধার দুই বছর আগেই তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের বিশ্বাস ছিল, একসঙ্গে থাকা তাদের সম্পর্ককে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। কিন্তু এই কাজকে মোটেই ভালো চোখে দেখেননি সোহার মা, প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সম্প্রতি অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং বিশেষজ্ঞ কস্তুরী মহন্তের সঙ্গে কথোপকথনে সোহা স্মরণ করেন মায়ের সতর্কবাণীর কথা। তিনি জানান, শর্মিলা তাকে সোজাসাপ্টা বলেছিলেন- বিয়ের আগে একসঙ্গে থাকলে কুণাল হয়তো তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। সোহা বলেন, “মা বলেছিলেন, ‘এখন আর ও তোমাকে বিয়ে করবে না। তুমি সব রহস্য শেষ করে ফেলেছ।’ তখন আমি ভেবেছিলাম, হয়তো সত্যিই তিনি ঠিক বলছেন।” মাত্র ২৬-এ শেষ স্বপ্ন! প্রসব জটিলতায় প্রাণ হারালেন কনটেন্ট ক্রিয়েটর প্যারি মরিয়ম সোহা স্বীকার করেন, তাদের ডেটিংয়ের সময়ে বিয়ে নিয়ে তিনি বা কুণাল- কেউই খুব সিরিয়াস ছিলেন না। তাঁর কথায়, “আমরা বিয়ের ধারণায় খুব বেশি বিশ্বাসী ছিলাম না। কুণাল মনে মনে ভাবত এত বড় কিছু নয়, আমিও ভাবতাম হয়তো ঠিকই। পরে যখন বুঝলাম বিষয়টা নিয়ে কোনও চাপ নেই, তখনই ভাবলাম- তাহলে বিয়ে করাই যায়।” এক পুরোনো সাক্ষাৎকারে সোহা আরও একটি গুরুত্বপূর্ণ পরামর্শের কথা উল্লেখ করেছিলেন, যা তিনি পেয়েছিলেন মায়ের কাছ থেকেই। তিনি বলেন, “মা বলেছিলেন, একজন নারীর উচিত পুরুষের অহংবোধকে সম্মান করা, আর একজন পুরুষের দরকার নারীর আবেগকে বুঝতে পারা। দু’জনেই যদি এই সামঞ্জস্য বজায় রাখতে পারে, সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয়।” যদিও এখনকার দিনে অনেকেই বলেন নারী-পুরুষ উভয়েরই অহং ও আবেগ আছে, তবু মায়ের এই উপদেশ তাকে জীবনে অনেক সাহায্য করেছে বলে জানান সোহা। Dharmendra: সারারাত মদ্যপ অবস্থায়, মনের দুঃখে পরিচালককে ফোন করে কী বলেছিলেন ধর্মেন্দ্র? এমনকি, শর্মিলাই নাকি কুণালকে বিয়ের প্রস্তাব দিতে উৎসাহিত করার জন্য সোহাকে তাগিদ দিয়েছিলেন। সোহা বলেন, “মা বলতেন, পুরুষদের একটু ধাক্কা দরকার- নইলে তারা কখনোই ‘বিয়ে করো’ বলবে না।”অবশেষে ২০১৫ সালে সোহা ও কুণাল এক আন্তরিক, ছোট পরিসরের অনুষ্ঠানে বিয়ে করেন। ২০১৭ সালে এই দম্পতির কোলজুড়ে আসে তাদের মেয়ে ইনায়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 12:00 pm

Siliguri |ভাঙলেন কাচ, পুলিশের জামায় টান! প্রেমিকের খোঁজে মাঝরাস্তায় তাণ্ডব তরুণীর

শমিদীপ দত্ত, শিলিগুড়ি: মনের মানুষকে খুঁজতে রাতের শহরে রাজপথে হুলুস্থুল বাধিয়ে দিলেন এক তরুণী। পরনে চকোলেট রঙের জামা। চোখে চশমা। হাতে বোতল। কাঁধে ঝুলছে সাইডব্যাগ। এদিক-ওদিক ছোটাছুটি করছেন। একটাই প্রশ্ন আওড়াচ্ছেন বারবার, ‘বয়ফ্রেন্ড কোথায় গেল আমার?’ শনিবার ঘটনাটি ঘটে সেবক রোডের একটি রেস্তোরাঁর সামনে (Siliguri)। নিজের প্রশ্নের সদুত্তর না পেয়ে মেজাজ হারিয়ে সেই তরুণের গাড়ির […] The post Siliguri | ভাঙলেন কাচ, পুলিশের জামায় টান! প্রেমিকের খোঁজে মাঝরাস্তায় তাণ্ডব তরুণীর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 11:58 am

Putin |পুতিনের দলে ‘বিহারি’ অভয়

নয়াদিল্লি : রাশিয়ান রাজনীতিতে ভারতীয় চমক। বিহারের পাটনার ছেলে অভয় কুমার সিং (Abhay Kumar Singh) এখন রাশিয়ার কুর্স্ক অঞ্চলের সিটি লেজিসলেচারে ‘ডেপুট্যাট’, যা ভারতে বিধায়কের সমতুল। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) নেতৃত্বাধীন ‘ইউনাইটেড রাশিয়া’ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্যও বটে। ১৯৯১ সালে অভয় পাটনা থেকে মস্কো যান ডাক্তারি পড়তে। সেখানে তিনি প্রথমে ব্যবসা শুরু করলেও […] The post Putin | পুতিনের দলে ‘বিহারি’ অভয় appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 11:57 am

ভেঙেছে ধৈর্য্যের বাঁধ, ইন্ডিগোর কাউন্টারে উঠে পড়ে ‘ক্ষোভ’বিদেশিনীর, ভাইরাল ভিডিও

প্রতিবাদিনীকে সমর্থন নেটিজেনদের অধিকাংশের।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 11:50 am

জোড়া অ্যাসিস্টে নায়ক সেই মেসি, প্রথমবার এমএলএস কাপ জিতে ইতিহাস মায়ামির

নিজে গোল না করলেও মেসির বাড়ানো পাস থেকেই দুটি গোল পেলেন সতীর্থরা।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 11:50 am

Weekly Lottery Luck: ৭–১৩ ডিসেম্বর ২০২৫, কারা জিততে পারেন লটারি, দেখে নিন এখানে

Weekly Lottery Luck: সাপ্তাহিক লটারি ভাগ্যের পূর্বাভাস অনেকের কাছেই কৌতূহলের বিষয়। যদিও লটারি সম্পূর্ণভাবে ভাগ্যের খেলা এবং এতে আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে, তবুও বহু মানুষ জানতে চান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন সপ্তাহে তাঁদের ভাগ্য কিছুটা সহায় হতে পারে। ৭ থেকে ১৩ ডিসেম্বর ২০২৫—এই সপ্তাহটি গ্রহগত অবস্থানের কারণে কিছু রাশির জন্য তুলনামূলক শুভ ফল নির্দেশ করছে, আবার কিছু রাশির জন্য সতর্কতাও রয়েছে। এই বিশ্লেষণ শুধুমাত্র জ্যোতিষভিত্তিক সম্ভাবনার ওপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে, কাউকে লটারি কেনার জন্য উৎসাহ দেওয়া এই প্রতিবেদনের উদ্দেশ্য নয়। মেষ মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি শুরু থেকেই আর্থিক দিক থেকে বেশ ইতিবাচক। বিশেষ করে লটারির মতো আকস্মিক আর্থিক লাভের ক্ষেত্রে তাঁদের ভাগ্য কিছুটা সহায় হতে পারে। বৃহস্পতির শুভ অবস্থানের কারণে হঠাৎ লাভের সম্ভাবনা আছে, তাই মেষ রাশির জাতকেরা চাইলে সপ্তাহের মাঝামাঝি সময়ে লটারি কাটতে পারেন। তবে ব্যয়ের পরিমাণ যেন সীমার মধ্যে থাকে, এই বিষয়টি মাথায় রাখা জরুরি। আরও পড়ুন- বর্ষশেষে এই ডিসেম্বরে কোন রাশির সম্পর্কে বাড়বে উষ্ণতা, কার শীতলতা? দেখে নিন বৃষ বৃষ রাশির জাতকদের জন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম ভাগটি আশাব্যঞ্জক। শুক্র ও বৃহস্পতির অবস্থান তাঁদের জন্য আর্থিক সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। বিশেষ করে ৭ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে ভাগ্য তাঁদের দিকে একটু বেশি ঝুঁকতে পারে। তাই ইচ্ছে হলে এই সময়ে একটি টিকিট কেটে ভাগ্যপরীক্ষা করা যেতে পারে। সপ্তাহের শেষভাগে ভাগ্য কিছুটা ম্লান হতে পারে। আরও পড়ুন- মেষ থেকে মীন, কার ভাগ্যে খুলছে সাফল্যের দুয়ার? দেখে নিন আজকের রাশিফল মিথুন মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে ভাগ্য ওঠানামা করবে। সপ্তাহের প্রথম দিকটা খুব একটা ভালো নয়, উলটে বিভ্রান্তি বাড়তে পারে। কিন্তু সপ্তাহের শেষ তিন দিন, বিশেষ করে ১১ থেকে ১৩ ডিসেম্বর, তাঁদের ভাগ্যের গ্রাফ কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে। যাঁরা লটারি কাটতে চান, তাঁরা সপ্তাহের শেষদিকে চেষ্টা করতে পারেন। আরও পড়ুন- বাড়িতে থাকা পাঁচটি পবিত্র গাছ কাটলে রুষ্ট হন শিব–শনিদেব, ঘনায় অমঙ্গলের ছায়া! কর্কট রাশি কর্কট রাশির এই সপ্তাহে লটারি ভাগ্য খুব একটা ভালো নয়। গ্রহের অবস্থান কর্কট রাশির জাতকদের বড় আর্থিক ঝুঁকিতে ফেলবে। তাই এই সপ্তাহে বড় অঙ্কের লটারি বা ব্যয় এড়িয়ে চলাই উত্তম। আরও পড়ুন- সূর্যাস্তের পরে নিষিদ্ধ, ভুলেও করবেন না এই সব কাজ, রুষ্ট হতে পারেন লক্ষ্মী! সিংহ সিংহ রাশির জাতকদের ক্ষেত্রেও পরিস্থিতি কর্কটের মতো। এই সপ্তাহের গ্রহগত পরিস্থিতি তাঁদের লটারি ভাগ্যকে খুব একটা সহায়তা করবে না। আর্থিক স্থিতিশীলতার জন্য এই সপ্তাহে বেশি ঝুঁকি নেওয়া উচিত নয়। কন্যা কন্যা রাশির জাতকদের জন্য সপ্তাহের মধ্যভাগটি তুলনামূলক শুভ। ৯ এবং ১০ ডিসেম্বর তাঁদের আর্থিক ভাগ্যকে সহায়তা করতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে, ১২–১৩ ডিসেম্বর, ভাগ্য সঙ্গে না থাকার সম্ভাবনাই বেশি। তাই একেবারে শেষভাগে লটারি কাটতে যাওয়া ঠিক হবে না। তুলা তুলা রাশির জাতকদের জন্য গোটা সপ্তাহটাই শুভ। গ্রহের সহায়তা তাঁদের পাশে থাকবে এবং আকস্মিক সৌভাগ্যের সম্ভাবনা প্রবল। তাই যাঁরা ভাগ্যপরীক্ষা করতে চান, তাঁরা সপ্তাহের যে কোনও দিন চেষ্টা করতে পারেন। তবে সব ক্ষেত্রেই সতর্কভাবে ব্যয় করা জরুরি। বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহ মিশ্র ফল দিতে পারে। বিশেষ প্রাপ্তিযোগ খুব একটা নেই। তাই বৃশ্চিকরা যদি লটারি কাটেন, তা খুব ভেবেচিন্তে কাটা উচিত। তাড়াহুড়ো বা অতিরিক্ত আশাবাদ ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। ধনু ধনু রাশির জাতকদের জন্য এটি একটি শুভ সপ্তাহ। সপ্তাহজুড়ে ভাগ্য স্থিতিশীল থাকবে এবং আকস্মিক লাভের সম্ভাবনাও প্রবল। ধনুর জাতকরা মন চাইলে যে কোনও দিনই চেষ্টা করতে পারেন। তবে অযৌক্তিক ব্যয় থেকে সাবধান থাকা উচিত। মকর মকর রাশির জাতকদের জন্য সপ্তাহটি আর্থিক দিক থেকে ভালো। শনির অবস্থান তাঁদের বাস্তববাদী রাখবে, আবার আকস্মিক অর্থপ্রাপ্তির যোগও দেখা দিচ্ছে। তাই মন চাইলে তাঁরা একটি টিকিট কেটে দেখতে পারেন। কুম্ভ কুম্ভ রাশির জাতকদের জন্য সপ্তাহটি একেবারেই শুভ নয়। কেতুর প্রভাব তাঁদের আর্থিক দিককে অস্থির করে তুলতে পারে। তাই এ সপ্তাহে লটারির দিকে না এগোনোই ভাল। ভাগ্যের ভরসা করে বড় ঝুঁকি নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। মীন মীন রাশির জাতকদের জন্য সপ্তাহটি একেবারে খারাপ নয়, আবার খুব ভালোও নয়। মধ্যম প্রকৃতির লটারি যোগ দেখা যাচ্ছে। তাই ইচ্ছে হলে সপ্তাহের প্রথম দিকটায় একটি ছোট টিকিট কেটে চেষ্টা করা যেতে পারে, তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক নয়। মনে রাখবেন লটারি সম্পূর্ণভাবে ব্যক্তিগত সিদ্ধান্ত। এর ঝুঁকি সম্পূর্ণ নিজের। এই রাশিফল শুধুমাত্র সম্ভাবনা ও গ্রহগত অবস্থানের বিশ্লেষণ, এটি কোনও আর্থিক পরামর্শ নয়, এটা মাথায় রাখবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 11:35 am

০৭-১৩ ডিসেম্বর ২০২৫: নানা বিষয়ে চিন্তা বাড়বে মিথুন রাশির, বাকিদের কেমন কাটবে সপ্তাহটা?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 11:33 am

মোটা অঙ্কের নির্বাচনী চাঁদা পেয়েই ইন্ডিগো নিয়ে নীরব মোদি সরকার! বিস্ফোরক দাবি কংগ্রেসের

নির্বাচনী বন্ডে বিজেপিকে মোটা অঙ্কের চাঁদা দিয়েছে ইন্ডিগো।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 11:30 am

সোনিয়ার হস্তক্ষেপেও কাটল না জট, কর্নাটক নিয়ে চিন্তা বাড়ছে কংগ্রেসের

কর্নাটকের বিবাদ মেটাতে আসরে নামতে হল সোনিয়া গান্ধীকেও।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 11:12 am

মাত্র ২৬-এ শেষ স্বপ্ন! প্রসব জটিলতায় প্রাণ হারালেন কনটেন্ট ক্রিয়েটর প্যারি মরিয়ম

পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা প্যারি মরিয়ম, মাত্র ২৬ বছর বয়সে সন্তান প্রসবের সময় জটিলতায় মারা গেছেন। বৃহস্পতিবার লাহোরে যমজ পুত্র সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। খবরটি নিশ্চিত করেন তার স্বামী আহসান, যিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “অবশ্যই আমরা আল্লাহর সন্তান এবং আমরা তাঁর দিকেই ফিরে যাব। প্রিয় মরিয়ম মারা গেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং তার মর্যাদা বাড়িয়ে দিন।” তার মৃত্যু ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত গুজব ছড়িয়ে পড়ে যে নবজাতক দুটি নাকি বেঁচে নেই। পরিবার এসব জল্পনা খণ্ডন করে একটি উর্দু বিবৃতি প্রকাশ করে জানায়, “আলহামদুলিল্লাহ, দুই ছোট ছেলে সম্পূর্ণ নিরাপদ আছে। দয়া করে গুজবে কান দেবেন না এবং মরিয়মের জন্য প্রার্থনা করুন।” Dharmendra: সৎ মেয়ে এশার জন্য কেমন পাত্র পছন্দ করেন প্রকাশ? গোপন কথা শুনিয়েছিলেন ধর্মেন্দ্র মরিয়মের মৃত্যুতে পাকিস্তানি ডিজিটাল কমিউনিটি ও অসংখ্য ভক্ত শোকাহত হয়ে পড়েছেন। নির্মাতা ফাতিমা জাফরি, গর্ভাবস্থার সংবেদনশীলতার কথা তুলে ধরেই, অনুসারীদের মরিয়মের আত্মার মাগফিরাত কামনা করতে বলেন। কন্টেন্ট ক্রিয়েটর, কেইন ডল তার উদ্দেশ্যে বলেন, এমন মিষ্টি ও কোমল হৃদয়ের মানুষ আর দুটি ছিল না। কে ছিলেন প্যারি মরিয়ম? প্যারি মরিয়ম ছিলেন এক জনপ্রিয় পাকিস্তানি ভ্লগার, যিনি তার বিনয়ী স্বভাব, সহজ-সরল উপস্থাপনা এবং পরিবারকেন্দ্রিক কনটেন্টের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার ভিডিওতে প্রায়ই দেখা যেত স্বামী আহসানকে, যা দর্শকদের মধ্যে, তাদের সম্পর্ক এবং জীবনযাত্রাকে আরও কাছের করে তুলেছিল। Karishma Kapoor: রক্তে ভিজে গিয়েছিল পোশাক! শরীরে অজস্র আঘাতের যন্ত্রণা, করিশ্মা যা করলেন.. দ্য সিয়াসত ডেইলির তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রামে তার অনুসারী ছিলেন প্রায় ১.৪ লক্ষ, আর টিকটকে ছিলেন প্রায় ২ মিলিয়ন ফলোয়ার। পাকিস্তানের পাশাপাশি ভারতেও তার উল্লেখযোগ্য ভক্তবৃন্দ ছিল। সাম্প্রতিক মাসগুলোতে তিনি মাতৃত্বের আনন্দ নিয়ে খোলামেলা ভিডিও শেয়ার করছিলেন এবং তাদের যমজ সন্তানকে স্বাগত জানানো নিয়ে ছিল অসীম উচ্ছ্বাস। তার আকস্মিক মৃত্যু সোশ্যাল মিডিয়ায় গভীর শোকের ছায়া ফেলেছে, আর ভক্তরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে হাসিমুখে পরিবারকে নিয়ে ভিডিও করা এই তরুণী আর নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 11:00 am

PM Narendra Modi: ‘বিশ্ব যখন মন্দার কথা বলে, তখন ভারত অর্থনৈতিক উন্নতির গল্প লিখছে’, ইঙ্গিতপূর্ণ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

PM Narendra Modi: ‘বিশ্ব যখন মন্দার কথা বলে, তখন ভারত অর্থনৈতিক উন্নতির গল্প লিখছে’,ইঙ্গিতপূর্ণ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 'বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাড়ছে, তখন ভারত দৃঢ় অর্থনৈতিক উন্নয়ন বজায় রেখে নজির গড়ছে'। এভাবেই এক ভাষণে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। সম্প্রতি প্রকাশিত জিডিপি পরিসংখ্যানকে তুলে ধরে মোদী জানান, দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ৮ শতাংশ ছুঁয়েছে। যা ভারতের শক্তিশালী অর্থনৈতিক অবস্থানকে তুলে ধরে। প্রধানমন্ত্রী বলেন, “যখন বিশ্ব মন্দার কথা বলে, ভারত তখন অর্থনৈতিক উন্নতির গল্প লিখছে। বিশ্ব যখন আস্থার সংকটে ভুগছে, ভারত তখন আস্থার স্তম্ভ হয়ে উঠছে।” তাঁর কথায়, বিশ্ব রাজনীতিতে বিভাজনের পরিস্থিতিতে ভারত এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘সেতুবন্ধনের’ ভূমিকা পালন করছে। দাসত্বের মানসিকতা কাটিয়ে উঠে ‘নতুন ভারত’-মোদী প্রধানমন্ত্রী মোদী বলেন, দীর্ঘ দাসত্ব ভারতের আত্মবিশ্বাসকে দুর্বল করে দিয়েছিল; কিন্তু আজ দেশ সেই মানসিকতা কাটিয়ে নতুন শক্তি ও নতুন সংকল্প নিয়ে এগিয়ে চলছে। তাঁর দাবি, আত্মবিশ্বাস ছাড়া কোনও দেশ উন্নতির পথে হাঁটতে পারে না, আর ভারত আজ সেই আত্মবিশ্বাসের ভিত্তিতেই এগোচ্ছে। “বদলের মানসিকতা” ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মহাকাশ ক্ষেত্রে বড় ধরনের সংস্কার,মোদীর দাবি বক্তব্যে প্রধানমন্ত্রী মহাকাশ ক্ষেত্রে সংস্কারের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, একসময় মহাকাশ খাত সম্পূর্ণরূপে সরকারের নিয়ন্ত্রণে থাকলেও, এখন তা বেসরকারি সংস্থার জন্য উন্মুক্ত করা হয়েছে। এর ফলে উপগ্রহ উৎক্ষেপণ থেকে গবেষণা সব ক্ষেত্রেই নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এবং তার সুফল আজ স্পষ্ট। বাবাসাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, 'আম্বেদকরের দৃষ্টিভঙ্গি ছাড়া ভারতের গণতান্ত্রিক কাঠামো অসম্পূর্ণ রয়ে যেত'। মোদীর কথায়, একবিংশ শতাব্দীর প্রথম ২৫ বছর ইতিমধ্যেই অতিক্রান্ত আগামী ২৫ বছর ভারতের জন্য হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তিনি বলেন, “আমাদের দিশা স্পষ্ট, গতি স্থির। আমাদের একটাই উদ্দেশ্য ইন্ডিয়া ফার্স্ট।” এই সময়ের মধ্যেই দেশ উন্নত জাতি হওয়ার পথে সবচেয়ে বড় পদক্ষেপ নেবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। আরও পড়ুন- পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা, আসছেন মমতাও? আরও পড়ুন- অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 11:00 am

রাত জাগা প্র্যাকটিস করুন, উঠতে হবে ভোরেও! ফুটবল বিশ্বকাপে বড় দলগুলির খেলা কখন?

এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য সুখবরও আছে।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 10:54 am

অতিরিক্ত কাজের চাপে মস্তিষ্কে রক্তক্ষরণ! উত্তরপ্রদেশে ফের মৃত্যু বিএলওর

সহকর্মীরা জানাচ্ছেন বেশ চাপের মধ্যে ছিলেন ওই বিএলও।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 10:50 am

East Bengal FC, Super Cup 2025 Final: 'ইস্টবেঙ্গল ক্লাবের গুরুত্ব...', ফাইনালের আগে চরম হুঙ্কার লাল-হলুদ অধিনায়কের

East Bengal FC: ২০২৫ সুপার কাপ (Super Cup 2025) ফাইনালে মুখোমুখি এফসি গোয়া (FC Goa) এবং ইস্টবেঙ্গল এফসি। এই ম্য়াচটি গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে আয়োজন করা হবে। গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়া সহজে এই ম্য়াচ ছাড়বে না। কিন্তু, ইস্টবেঙ্গলও ইঞ্চিতে ইঞ্চিতে টক্কর দিতে চাইবে প্রতিপক্ষকে। ফলে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দুটো দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলা যেতেই পারে। Top 5 East Bengal Footballer: সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল, নেপথ্যে এই ৫ ফুটবলারের অসামান্য লড়াই লড়াইয়ে পিছিয়ে ইস্টবেঙ্গল প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ইন্ডিয়ান সুপার লিগ টুর্নামেন্টে এই দুটো দল শেষবার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই সময়ে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়েছিল গোয়া। মোটের উপর দুটো দলের মধ্যে ১১ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে মাত্র দু'বারই ইস্টবেঙ্গল জিততে পেরেছে। এবার সেই অঙ্কটা বদলাতে চান লাল-হলুদ ব্রিগেডের অধিনায়ক সল ক্রেসপো। East Bengal FC: সেমির লড়াইয়ে জ্বলল মশাল, ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল? ম্য়াচের আগের দিন (৬ ডিসেম্বর) সাংবাদিক বৈঠক করতে এসে তিনি বললেন, 'এই ম্যাচে জয়লাভ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ড্রেসিংরুমে এই কথাটা দলের সবাইকে খুব ভাল করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই টুর্নামেন্ট, এই ক্লাব এবং এই ক্লাবের ফুটবলারদের গুরুত্ব যে কতখানি, সেটা আমরা খুব ভাল করেই জানি। সেকারণে আমরা এই ফাইনাল ম্য়াচটা জেতার আপ্রাণ চেষ্টা করব। নিজেদের সর্বস্ব উজাড় করে দেব।' East Bengal vs. Punjab FC Highlights: বেলাইন পঞ্জাব মেল, সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল ইতিহাস আওড়াতে মরিয়া মশালবাহিনী একথা অনস্বীকার্য, টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বে ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া জয়লাভ করলেও, নিজেদের সেরা পারফরম্য়ান্সটা করতে পারেনি। এফসি গোয়া তৃতীয়বার এই টুর্নামেন্টের খেতাব জিততে মাঠে নামবে। অন্যদিকে, ইস্টবেঙ্গল দ্বিতীয়বার। প্রসঙ্গত, ২০২৪ সালে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টের খেতাব জয় করেছিল। সেইসঙ্গে দলের হেড কোচ ছিলেন কার্লেস কুয়াদ্রাত। তারপর নদীর জল অনেকদুর বয়ে গিয়েছে। ফুটবলার থেকে কোচিং স্টাফ, দলে এসেছে একাধিক পরিবর্তন। আবারও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবে ইস্টবেঙ্গল? জ্বালাতে পারবে লাল-হলুদ মশাল? সেটা একমাত্র সময়ই বলতে পারবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 10:30 am

Pakistan |দিল্লিতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি স্বামীর! ন্যায়বিচারের দাবিতে মোদির দ্বারস্থ পাকিস্তানি মহিলা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লিতে গোপনে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন স্বামী। এমনই অভিযোগ তুলে ন্যায়বিচারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন এক পাকিস্তানি মহিলা (Pakistan)। একটি ভিডিওর মাধ্যমে নিজের সমস্যার কথা তুলে ধরেছেন ওই মহিলা। যা বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। করাচির বাসিন্দা নিকিতা নাগদেব নামে ওই মহিলার অভিযোগ, ২০২০ সালের ২৬ জানুয়ারি পাকিস্তানি বংশোদ্ভূত বিক্রম […] The post Pakistan | দিল্লিতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি স্বামীর! ন্যায়বিচারের দাবিতে মোদির দ্বারস্থ পাকিস্তানি মহিলা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 10:30 am

জঙ্গলে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই অঘটন! মধ্যপ্রদেশের কুনোয় ফের মৃত্যু চিতা শাবকের

প্রশ্নের মুখে মোদির স্বপ্নের প্রকল্প।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 10:04 am

Brigade Gita Path: পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ, থাকছেন শুভেন্দু-সুকান্তরা, আসছেন মমতাও?

Brigade Gita Path: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে আজ রবিবার ব্রিগেড পারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে 'পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ'। এই অনুষ্ঠানের আয়োজন করছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’। গীতা পাঠ অনুষ্ঠানে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নেবেন বলে জানানো হয়েছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর তরফে। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আরও পড়ুন- অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গীতা পাঠ চলবে বলে জানান আয়োজকরা। অসম , ত্রিপুরা, দিল্লি, বিহার, ওড়িশা সহ বিভিন্ন রাজ্য থেকে মানুষজন আজকের এই অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও নেপাল এবং বাংলাদেশ থেকেও কিছু অতিথি ও গীতাপ্রেমীকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি মেনে করা হয়েছে। এর সঙ্গে কোনও রাজনীতির সম্পর্ক নেই বলেও আয়োজকদের তরফে জানানো হয়েছে। আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী আজকের অনুষ্ঠানের বিপূল জনসমাগমকে মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। শিয়ালদহ এবং হাওড়া শাখায় রবিবার মোট ২০টি বিশেষ ট্রেন চালানো হবে। শিয়ালদহ-শাখার মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার ও ক্যানিং থেকে চলবে বিশেষ ইএমইউ ট্রেন। হাওড়া শাখার জন্যও ৬টি বিশেষ ট্রেন চালানো হবে। আয়োজকদের তরফে দাবি,এবার পাঁচ লাখ মানুষের অংশগ্রহণ হবে। এদিনের অনুষ্ঠান উপস্থিত থাকবেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বর্তমান বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, তাঁর পূর্বসূরি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য সিনিয়র নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহামণ্ডলেশ্বর স্বামী জ্ঞানানন্দ জি মহারাজ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পদ্মভূষণ সাধ্বী ঋতম্ভরা। বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এবং যোগগুরু বাবা রামদেবও আজকের অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানটির মূল লক্ষ্য হলো হিন্দুদের আধ্যাত্মিক জাগরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার। আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বোসও এই অনুষ্ঠানে যোগ দেবেন। আয়োজকরা জানিয়েছেন, ভগবদ গীতার প্রথম, নবম এবং অষ্টাদশ অধ্যায় একসঙ্গে পাঠ করা হবে। অনুষ্ঠান সম্পূর্ণভাবে আধ্যাত্মিক ও ধর্মীয় রীতিনীতি অনুসারে আয়োজন করা হয়েছে এবং এতে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেও জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তার কার্যালয়ের তরফে কোনো সাড়া দেওয়া হয়নি। ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা (মুর্শিদাবাদ) শাখার প্রধান এবং অন্যতম আয়োজক কার্তিক মহারাজ বলেন, “আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেব।” আয়োজকরা আশাবাদী, অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে এবং সাধারণ মানুষ ও ভক্তদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে প্রসারিত করবে। আরও পড়ুন -শীতের 'সুনামি' কলকাতায়, হুড়মুড়িয়ে নামল পারদ, কনকনে ঠাণ্ডজেলাগুলিতে, আগামী সপ্তাহেই আরও পারদ পতন?

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 10:01 am

Matrimonial |পাত্র পাত্রী

পাত্রী চাই ব্রাহ্মণ, কাশ্যপ, জন্ম 1994, 5′-4″, প্রাইভেট ব্যাংকে কর্মরত, আলিপুরদুয়ার নিবাসী পাত্রের জন্য আলিপুরদুয়ার/কোচবিহার সংলগ্ন অঞ্চলের ব্রাহ্মণ/কায়স্থ পাত্রী কাম্য। (M) 8918404630. … দাম, কায়স্থ, 34/5′-8″, আলিপুরদুয়ার জেলা নিবাসী পাত্রের জন্য উপযুক্ত পাত্রী কাম্য। (M) 9749572462, 9073838707. The post Matrimonial | পাত্র পাত্রী appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 10:00 am

Dharmendra: সৎ মেয়ে এশার জন্য কেমন পাত্র পছন্দ করেন প্রকাশ? গোপন কথা শুনিয়েছিলেন ধর্মেন্দ্র

প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর পরিবারে, দুই শাখার মধ্যে সম্পর্ক নিয়ে বহু বছর ধরেই মিডিয়ায় নানা জল্পনা ছড়িয়েছে। পাঞ্জাবে থাকার সময়, প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। তাঁদের সন্তান সানি দেওল, ববি দেওল, অজিতা দেওল ও বিজয়তা দেওল। অন্যদিকে, তাঁর দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে এশা দেওল ও আহানা দেওল ভোহরা- এই দুই কন্যা। দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে দূরত্বের কথা বলা হলেও, ঘনিষ্ঠ মহলের দাবি—পারিবারিক সদিচ্ছা সব সময়ই অটুট ছিল। ধর্মেন্দ্রর জীবনী Dharmendra: Not Just a He-Man–এর লেখক রাজীব বিজয়কর উল্লেখ করেন, ২০১২ সালে এশা দেওলের বিয়ের আগেই প্রকাশ কৌর নাকি, নিজের সৎ কন্যার জন্য উপযুক্ত বর খুঁজতে সাহায্য করেছিলেন। ধর্মেন্দ্র নিজেও লেখককে বলেছিলেন, “প্রকাশ এশার জন্য ভালো পাত্র দেখছেন।” যদিও পরে এশার বিয়েতে প্রকাশ কৌর বা তাঁর পরিবারের কেউ উপস্থিত ছিলেন না, তবুও সৌহার্দ্যের ইঙ্গিত মিলেছিল এই উদ্যোগ থেকেই। Karishma Kapoor: রক্তে ভিজে গিয়েছিল পোশাক! শরীরে অজস্র আঘাতের যন্ত্রণা, করিশ্মা যা করলেন.. এশা দেওল নিজের স্মৃতিচারণে বলেন, প্রকাশের সঙ্গে তাঁর মাত্র একবার দেখা হয়েছিল- যখন তিনি অসুস্থ কাকাকে দেখতে গিয়েছিলেন। তিনি জানান, প্রকাশ তাঁকে আশীর্বাদ করেছিলেন। জীবনীকার বিজয়কর প্রকাশকে “উজ্জ্বল, শান্ত এবং আত্মবিশ্বাসী” এক নারী হিসেবেই বর্ণনা করেছেন, যিনি ধর্মেন্দ্রকে এবং তাঁর ‘অন্য পরিবারকেও’ যত্ন করতেন। Premanand Ji Maharaj: প্রেমানন্দজি মহারাজকেও হাসালেন রাজপাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার সরলতা হেমা মালিনীও প্রকাশকে সম্মানের চোখেই দেখেছেন। নিজের আত্মজীবনীতে তিনি লিখেছেন, “আমি কখনোই প্রকাশ সম্পর্কে মন্তব্য করিনি, তবে তাঁকে আমি খুব সম্মান করি। আমার মেয়েরাও ধরমজির পরিবারকে সম্মান করে।” একইসঙ্গে তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে গুজবের সমালোচনা করে বলেন, “অনেকে ভাবে আমি ঘরে বসে তাঁর জন্য অপেক্ষা করি- এটি হাস্যকর। ধরমজি একজন দায়িত্ববান বাবা ও মানুষ। আমাকে কখনোই তাঁকে কিছু মনে করিয়ে দিতে হয়নি।”

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 9:58 am

Earthquake |শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আলাস্কা-কানাডা সীমান্তবর্তী এলাকা, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আলাস্কা-কানাডা অঞ্চলের (Alaska–Canada border) ইউকনের সীমান্তের নিকটবর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭। মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আলাস্কার জুনো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে […] The post Earthquake | শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আলাস্কা-কানাডা সীমান্তবর্তী এলাকা, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 7 Dec 2025 9:52 am

স্বামী দিল্লিতে দ্বিতীয় বিয়ে করছেন! ন্যায় চেয়ে মোদির দ্বারস্থ করাচির মহিলা

'ভারতে প্রত্যেক মহিলারই ন্যায় পাওয়ার অধিকার রয়েছে', বলছেন পাক বধূ।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 9:49 am

West Bengal Weather Update: শীতের 'সুনামি' কলকাতায়, হুড়মুড়িয়ে নামল পারদ, কনকনে ঠাণ্ডজেলাগুলিতে, আগামী সপ্তাহেই আরও পারদ পতন?

West Bengal Winter Update: সব বাধা সরে গিয়ে অবশেষে জোরদার শীত নেমে এল রাজ্যে। শনিবার মরশুমের সবচেয়ে ঠান্ডা ভোর দেখল কলকাতা। এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা এবারের শীতের নতুন রেকর্ড। শুধু মহানগরী নয়, লাগোয়া জেলাগুলিতেও দ্রুত নেমেছে পারদ, অনুভূতি আরও শীতল। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, প্রতিবছরের মতো এবারও জোরালো শীতের দাপট। এক ধাক্কায় তাপমাত্রা নেমে এসেছে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি শীতের দাপট বাড়ছে দার্জিলিংয়ে। শনিবার পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সাত দিনের আরও ঠান্ডার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিংয়ে আগামী বুধবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৫–৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। এদিন কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী দুই দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী সাত দিন রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পাশাপাশি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী জেলার পাশাপাশি মহানগরীর বুকেও কাঁপুনি ধরিয়েছে প্রবল শীত। কলকাতায় শীতের আমেজ ভালোই অনুভূত হয়েছে দিনভর। মহানগরে শনিবার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারের ২০ ডিগ্রি থেকে দুই দিনে প্রায় ৬ ডিগ্রি কম। এক কথায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, শীতের জোরদার উপস্থিতি স্পষ্ট। দেরিতে এলেও হাড়-কাঁপানো শীতে কার্যত জোবুথবু দশা বঙ্গবাসীর। শীতপ্রেমীদের জন্য সুখবর, আপাতত পারদ নামার সম্ভাবনা আরও রয়েছে। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে আগামী সাত দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। বরং তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে, ফলে রাজ্যজুড়ে শীতের আমেজ আরও বাড়বে। আরও পড়ুন- অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 9:48 am

হাসপাতালে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা, রাজ্যের ভূমিকায় খুশি অন্তঃসত্ত্বা সোনালি

তবে এখনও বাংলাদেশে রয়ে গিয়েছেন তাঁর স্বামী-সহ চারজন।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 9:36 am

East Bengal FC Today Match: এই ছোট্ট উপায়ে সুপার কাপ জিততে চায় ইস্টবেঙ্গল, ইঙ্গিত বিনো জর্জের

East Bengal FC: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রবিবার (৭ ডিসেম্বর) সুপার কাপ (Super Cup 2025) ফাইনালে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষের নাম অবশ্য এফসি গোয়া (FC Goa)। ঘরের মাঠে গোয়াকে হারানো যে খুব একটা সহজ হবে, সেটা খুব ভাল করেই জানে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, হাল ছাড়তে নারাজ দলের সহকারী কোচ বিনো জর্জ (Bino George)। শনিবার (৬ ডিসেম্বর) সাংবাদিক বৈঠক করতে এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন মাঝমাঠের উপর তাঁর যথেষ্ট আস্থা রয়েছে। Top 5 East Bengal Footballer: সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল, নেপথ্যে এই ৫ ফুটবলারের অসামান্য লড়াই মাঝমাঠের ত্রিফলা আক্রমণ ফাইনাল ম্য়াচে মাঝমাঝে ইস্টবেঙ্গল যে ত্রিফলা আক্রমণ শানাবে, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রয়েছেন -- সল ক্রেসপো (Saul Crespo), মিগুয়েল ফেরেইরা এবং মহম্মদ রশিদ (Mohammad Rashid)। এমনকী, গত ম্য়াচে একটি করে গোলও করেছিলেন স্পেন এবং প্যালেস্তাইনের এই ২ তারকা ফুটবলার। আর সেকারণেই বিনো এতটা ভরসা দেখাতে পারছেন। East Bengal FC: সেমির লড়াইয়ে জ্বলল মশাল, ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল? সাংবাদিক বৈঠকে এসে বিনো বললেন, 'আমাদের দলে যথেষ্ট ভাল মিডফিল্ডার রয়েছে। যদি আমরা কোনও ভুল করে, তাহলেই এফসি গোয়া অ্যাডভান্টেজ পাবে।' মধ্যমণি রশিদ প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের মাঝমাঠকে কার্যত নিয়ন্ত্রণ করেন মহম্মদ রশিদ। প্যালেস্তাইনের এই দীর্ঘদেহী ফুটবলারের মধ্যে রয়েছে অফুরান এনার্জি। যে কোনও ম্য়াচই খুব ভাল করে পড়তে পারেন তিনি। একাই চুরমার করতে পারেন বল পায়ে গোয়ার ছন্দ। যদি রশিদ এবং ইস্টবেঙ্গলের ২ সেন্টার ব্যাক, আনোয়ার আলি এবং কেভিন সিবিয়ে, বল নিয়ে বক্সের মধ্যে ঢুকতে পারেন, তাহলে ক্রেসপো এবং ফেরেইরা স্বাধীনভাবে আক্রমণ শানাতে পারেন। East Bengal vs. Punjab FC Highlights: বেলাইন পঞ্জাব মেল, সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল গত সেমিফাইনাল ম্য়াচে গোয়ার কী অবস্থা হয়েছিল, সেটা কারোর কাছে অজানা নয়। প্রথমার্ধের বিরতিতে তারা ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু, মুম্বই সিটি পেনাল্টির সৌজন্যে ওই ম্য়াাচে সমতা ফেরায়। মুম্বইয়ের মাঝমাঠ নিজেদের অর্ধে গোয়াকে রীতিমতো সমস্যায় ফেলেছিল। যদিও শেষপর্যন্ত ঘরের দল নিজেদের হাতেই লাগাম ধরে রাখতে পারে। East Bengal vs Punjab FC LIVE Streaming info: সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল, কোথায়-কখন দেখবেন লাইভ স্ট্রিমিং? যদি মাঝমাঠে ইস্টবেঙ্গল বলের উপর নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারে, সেক্ষেত্রে ম্য়াচের সিংহভাগ রাশও তারা নিজেদের হাতেই রাখতে পারবে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্য়াচে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্য়াচে লাল-হলুদ আক্রমণভাগের তিন প্রধান - নাওরেম মহেশ সিং, হিরোশি ইবুসুকি এবং বিপিন সিং - সেইভাবে নজর কাড়তে পারেননি। হামিদ কি ফাইনালে খেলবেন? তবে গোয়ার বিরুদ্ধে নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবে ইস্টবেঙ্গলের আক্রমণভাগ। ফাইনাল ম্যাচে বিপিন এবং মহেশ জ্বলে উঠতে পারেন কি না, সেদিকেই সকলের নজর থাকবে। তবে শনিবারও ইস্টবেঙ্গল টিম ম্য়ানেজমেন্ট নিশ্চিত নয় যে টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে আদৌ হামিদ আহদাদ খেলতে পারবেন কিনা। যদি গতকাল তিনি দলের সঙ্গেই অনুশীলন করেছেন। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে, আপাতত তিনি একেবারে ফিট। দলের প্রথম একাদশে হামিদকে দেখা যেতেই পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 9:30 am

ফিল্মি কায়দায় হাইওয়েতে ধাওয়া, গাড়ির ডিকি খুলতেই চোখ ছানাবড়া দুঁদে পুলিশ কর্তাদের

ফিল্মি কায়দায় পিছু ধাওয়া করে চার চাকা গাড়ির পথ আটকে প্রচুর গাঁজা সহ দুই গাঁজা পাচারকারীকে পাকড়াও করলো পুলিশ। শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কালনার পারুলিয়া বাজার এলাকায় এসটিকেকে(STKK) রোডে ঘটনাটি ঘটেছে। সফল এই অভিযানের পুরোভাগে ছিল জেলার পূর্বস্থলী ও নাদনঘাট থানার পুলিশ। অভিযানে ৮৩ কেজি গাঁজা সহ বাবলি মল্লিক নামে এক মহিলা এবং রাজু দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস(NDPS)অ্যাক্টে মামলা রুজু করেছে পূর্বস্থলী থানার পুলিশ। শনিবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বাবরি মসজিদ নির্মাণের বাজেট ৩০০ কোটি, ৮০ কোটি একাই হুমায়ুনকে দিলেন কে? জানলে চমকে যাবেন পুলিশ কর্তাদের কথায় জানা গিয়েছে ,ধৃত রাজু দাস নাদনঘাট থানার অন্তর্গত দক্ষিণ শ্রীরামপুর বাজার এলাকার বাসিন্দা। বাবলি মল্লিকের বাড়ি হুগলির বলাগড় থানার অধীন ডুমুরদহো দাদপুর এলাকায়। কালনা মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) রাকেশ চৌধুরী জানিয়েছেন,“মাদকদ্রব্য নিয়ে একটি চারচাকা গাড়ি এসটিকেকে রোড ধরে কাটোয়ার দিক থেকে কালনার দিকে আসছে, এমন খবর শুক্রবার রাতে পূর্বস্থলী ও নাদনঘাট থানায় পৌছায়। খবর পেয়েই পুলিশ ওই গাড়িটি ধরার জন্য সক্রিয় হয়। স্থানীয় নান্দাই ব্রিজ ও পারুলিয়ার মধ্যবর্তী এলাকায় পুলিশ গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো শুরু করে।ওই সময়ে হুগলির দিকে যাওয়া গাড়ির চালক হঠাৎতই গাড়ি ঘুরিয়ে নিয়ে উল্টোদিকে পূর্বস্থলীর পারুলিয়া দিকে যেতে শুরু করে। এমনটা দেখে পূর্বস্থলী থানাকে বিষয়টি জানায় নাদনঘাট থানার পুলিশ। এরপরেই পূর্বস্থলী ও নাদনঘাট থানার পুলিশ পিছু ধাওয়া করে পারুলিয়ার কাছে ওই গাড়িটিকে আটকায়। পুলিশ দল গাড়িটি ঘিরে ফেলেই গাড়িতে থাকা অভিযুক্তদের আটক করে। Egg price hike: ডিমের দামে বিরাট লাফ! মধ্যবিত্তের পকেটে বিরাট কোপ, চিন্তা মিড-ডে মিলেও তিনি আরও জানিয়েছেন, এনডিপিএস আইনের সমস্ত নিয়ম কানুন মেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি সহযোগে পুলিশ আটক গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশিতে ৯৮টি পৃথক প্যাকেটে (প্লাস্টিকের মোড়কে) ভর্তি মোট ৮৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এরপরেই পুলিশ ওই গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি গাঁজা পাচারের অভিযোগে ওই গাড়িতে থাকা অভিযুক্ত বাবলি মল্লিক ও রাজু দাসকে গ্রেপ্তার করে। গাড়িটিও পুলিশ আটক করেছে। এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা পুলিশ খতিয়ে দেখছে। Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 9:25 am

ইন্ডিগোর সিইও-কে নোটিস কেন্দ্রের, ৯৫ শতাংশ পরিষেবা স্বাভাবিক, দাবি সংস্থার

শনিবারও দেশজুড়ে বাতিল হয়েছে ৮৫০টি উড়ান।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 9:16 am

Morning Breathing Exercise: সকালে মাত্র ১০ মিনিট এটি করুন, শরীরে অক্সিজেনের মাত্রা বাড়বে দ্রুত

Morning Breathing Exercise: সকালে ঘুম থেকে ওঠার পর শরীর এবং মস্তিষ্ক ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে। এই সময় আমরা কেউই খুব বেশি শক্তি বা সতেজতা অনুভব করি না, কারণ দীর্ঘ ঘুমের পরে শরীরের ভিতরে অক্সিজেন সরবরাহ তুলনামূলক কমে যায়। আধুনিক জীবনযাত্রা, দূষণ, স্ট্রেস এবং ইলেকট্রনিক ডিভাইসের অতিরিক্ত ব্যবহার আমাদের শ্বাসযন্ত্রকে দুর্বল করে দেয়। ফলে সারাদিন অনেকেই ক্লান্তি, মাথা ঘোরা, অবসাদ, মনোযোগের অভাব এবং শ্বাসকষ্টের মত সমস্যায় ভোগেন। কিন্তু প্রতিদিন মাত্র ১০ মিনিট অনুলোম বিলোম করলে এই সমস্যাগুলির বেশিরভাগটাই কমে যেতে পারে এবং শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে। একটা ব্যায়ামেই কমবে ফুসফুসের সমস্যা অনুলোম বিলোম এমন একটি প্রাণায়াম যা ফুসফুসকে গভীরভাবে খুলে দেয় এবং প্রতিটি কোষে বিশুদ্ধ অক্সিজেন পৌঁছে দেয়। যখন আমরা এক নাক দিয়ে শ্বাস নিই এবং অন্য নাক দিয়ে শ্বাস ছাড়ি, তখন ফুসফুসের ভেতরের শ্বাসনালিগুলি প্রসারিত হয়। এর ফলে শুধু অক্সিজেনের প্রবাহই বাড়ে না, বরং শরীরের ভেতরে জমে থাকা কার্বন ডাই অক্সাইড দ্রুত বের হয়ে যায়। নিয়মিত অনুলোম বিলোম শরীরকে নতুন শক্তি দেয়, রক্তকে বিশুদ্ধ করে এবং মস্তিষ্কে অক্সিজেন পৌঁছে মানসিক চাপ কমায়। আরও পড়ুন- বিপদ ডাকছেন! কাল থেকে বরং ছেড়ে দিন নন-স্টিক প্যান, পরামর্শ বিশেষজ্ঞদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে পেশীগুলি দুর্বল হয়ে পড়ে এবং ক্লান্তি দ্রুত এসে যায়। মন আনমনা হয়ে যায়, কাজের গতিও কমে যায়। আর অতিরিক্ত মানসিক চাপ এবং দূষিত পরিবেশে থাকার ফলে আমরা অনেক সময় অগভীরভাবে শ্বাস নিতে থাকি। এর ফলে শরীর পুরোপুরি অক্সিজেন পায় না। অনুলোম বিলোম করলে গভীর শ্বাস নেওয়ার অভ্যাস তৈরি হয়, ফুসফুসের ভলিউম বাড়ে এবং শরীর বেশি সময় ধরে সতেজ থাকে। নিয়মিত এই অনুশীলন স্নায়ুকে শান্ত করে, হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। আরও পড়ুন- ট্যাটুতে মহাবিপদ! কালি থেকে বাড়ছে স্কিন ক্যানসারের চরম আশঙ্কা অনুলোম বিলোম মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে। উদ্বেগ, টেনশন এবং বিরক্তিভাব দ্রুত কমে যায়। যাঁরা সারাদিন কম্পিউটার বা মোবাইল ব্যবহার করেন তাঁদের চোখ, মাথা এবং মন একইসঙ্গে বিশাল চাপের মধ্যে থাকে। এই শ্বাস-প্রশ্বাস ব্যায়াম সেই চাপকে কমিয়ে মনকে শান্ত করে। ফলে দিনের কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং মনোযোগ ধরে রাখা সহজ হয়। পাশাপাশি হরমোনজনিত অস্থিরতা কমাতে সাহায্য করে। আরও পড়ুন- ধূমপান ছাড়ার বৈজ্ঞানিক পদ্ধতি কী? ৩-৩-৩-৩ ফর্মুলায় নিকোটিন অ্যাডিকশন থেকে মুক্তির টোটকা জানালেন চিকিৎসক ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানো অনুলোম বিলোমের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। যাঁদের শ্বাসকষ্ট, এলার্জি বা ধুলোবালিতে সমস্যা আছে তাঁরা প্রতিদিন ১০ মিনিট অনুলোম বিলোম করলে উন্নতি টের পাবেন। ফুসফুসের ভেতরের বাতাসের চলাচল বৃদ্ধি পায় এবং সর্দি-কাশি, কনজেশন (congestion), ইনফেকশন হওয়ার আশঙ্কা কমে। হৃদরোগীদের ক্ষেত্রেও এটি অত্যন্ত উপকারি। কারণ, গভীর শ্বাস-প্রশ্বাস রক্তসঞ্চালন উন্নত করে এবং হৃদপিণ্ডের ওপর চাপ কমিয়ে দেয়। আরও পড়ুন- শরীরে এই লক্ষণগুলো দেখলে আজই হোন সাবধান! সতর্ক থেকে এড়ান বড় বিপদ সকালে অনুলোম বিলোম করার সঠিক পদ্ধতি জানা খুবই জরুরি। শান্ত এবং পরিষ্কার একটি স্থানে বসে মেরুদণ্ড সোজা রাখতে হবে। প্রথমে ডান নাসারন্ধ্র বন্ধ রেখে বাম নাসারন্ধ্র দিয়ে ধীরে শ্বাস নিতে হবে। তারপর বাম নাসারন্ধ্র বন্ধ করে ডান নাসারন্ধ্র দিয়ে ধীরে শ্বাস ছাড়তে হবে। এরপর বিপরীত ক্রমে প্রক্রিয়াটি করতে হবে। শ্বাস নিতে হবে গভীরভাবে, কিন্তু কখনোই জোর করে নয়। ধীরে, নিয়ন্ত্রিত এবং মনোযোগ ধরে রেখে শ্বাস নেওয়াই এই ব্যায়ামের মূল কৌশল। আধুনিক জিম, মূল্যবান সাপ্লিমেন্ট বা অক্সিজেন বাড়ানোর যন্ত্র ব্যবহার করার আগে প্রতিদিন মাত্র ১০ মিনিট অনুলোম বিলোম করলে যে উপকার পাওয়া যায়, তা অনেকেই কল্পনাও করতে পারেন না। এই ছোট্ট প্র্যাকটিস কয়েক দিনের মধ্যে আপনার শরীরের বদলে যাওয়া অনুভব করাতে শুরু করবে। শ্বাস দীর্ঘ হবে, মন শান্ত হবে এবং শরীরে এমন একটি সতেজ শক্তি তৈরি হবে যা সারাদিন আপনাকে কর্মক্ষম রাখবে। অনুলোম বিলোম শুধু একটি যোগ ব্যায়াম নয়—এটি শরীরের প্রতিটি কোষকে জীবন্ত করে তোলার একটি প্রাকৃতিক শক্তি।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 9:06 am

সরকারি অফিসার সেজে মহিলার সঙ্গে কুকীর্তি, বিরাট অভিযোগে পুলিশের জালে কে? জানলে চমকে যাবেন

ফের ফাঁস হলো সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি। এবার 'নায়ক' পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার সিভিক ভলান্টিয়ার মহম্মদ আজহার হোসেন। তিনি নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে এক মহিলাকে প্রেমের জালে ফাঁসান।পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কের পর তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন। এমন গুরুতর অভিযোগ এনে ওই মহিলা বর্ধমান মহিলা থানার দ্বারস্থ হন।সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে বর্ধমান মহিলা থানার পুলিশ আজহার হোসেনকে গ্রেফতার করে।তাকে শনিবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ তদন্তের প্রয়োজনে নিজেদের হেফাজতে নিয়েছে। Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত সিভিক ভলান্টিয়ার আজহার হোসেনের বাড়ি কেতুগ্রামের ভালপাড়ায়। তিনি কেতুগ্রাম থানার সাইবার অপরাধ সংক্রান্ত বিষয় দেখাশোনা করেন। তার বিরুদ্ধে বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করা বছর ৩০ বয়সী মহিলা বেঙ্গালুরুতে একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন।পুলিশকে তিনি জানিয়েছেন,২০২৩ সালের শেষের দিকে ফেসবুকে তাঁর সঙ্গে আজাহারের পরিচয় হয়।পরিচয় কালীন সময়ে আজহার তাঁর ধর্ম গোপন করে। এমনকি নামও বদল করে আজহার নিজেকে সুমন মণ্ডল বলে পরিচয় দেয়। আজহার নিজেকে পুলিশের বড় অফিসার বলেও মহিলার কাছে তাঁর পরিচয় দেয়। সময় গড়ানোর সাথে সাথে দু’জনের মধ্যে ভাব ভালেবাসার সম্পর্ক গড়ে ওঠে। মহিলা তার সঙ্গে দেখা করতে আসেন।তখনই সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে বেশ কয়েকবার সহবাস করে। গত বছরের ডিসেম্বর মাসে মহিলাকে সে হুগলির চন্দননগরে নিয়ে যায়। সেখানেও একটি হোটেলে নিয়ে গিয়ে সে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী এর কিছুদিন পর মহিলা তাকে বিয়ের কথা বলেন। কিন্তু,নানা অছিলায় সে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে চলতে থাকে। এতে মহিলার সন্দেহ হয়।এরপর খোঁজখবর নিয়ে মহিলা জানতে পারেন,তাঁকে যিনি নিজের নাম সুমন মণ্ডল জানিয়ে ছিলেন তিন আসলে হলেন বিবাহিত আজহার হোসেন। তিন নিজেকে বড় পুলিশ অফিসার বলে পরিচয় দিলেও আদপে তিনি সিভিক ভলান্টিয়ার।তবুও তিনি পুলিশ লেখা বাইক নিয়ে এলাকায় ঘুরে বেড়ান। নানারকম কুকর্মের সঙ্গে তিনি যুক্ত। তার দৌরাত্ম্যে এলাকাবাসী মুখ খুলতে সাহস পান না। Egg price hike: ডিমের দামে বিরাট লাফ! মধ্যবিত্তের পকেটে বিরাট কোপ, চিন্তা মিড-ডে মিলেও এইসব কিছু জানতে পারার পরেই মহিলা আজহার হোসেনের কঠোর শাস্তির দাবি করে পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। শুক্রবার বর্ধমান শহরের কার্জন গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ। বর্ধমান মেডিকেল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিন বিভাগে শারীরিক পরীক্ষার জন্য মহিলাকে নিয়ে যাওয়া হয়।ম্যাজিস্ট্রেটের কাছে মহিলার গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ। ধৃতের মেডিকেল পরীক্ষা করানোর জন্য এদিন আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার।এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য হিজেএম বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারকে নির্দেশ দিয়েছেন। বাবরি মসজিদ নির্মাণের বাজেট ৩০০ কোটি, ৮০ কোটি একাই হুমায়ুনকে দিলেন কে? জানলে চমকে যাবেন

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 8:55 am

December Love: বর্ষশেষে এই ডিসেম্বরে কোন রাশির সম্পর্কে বাড়বে উষ্ণতা, কার শীতলতা? দেখে নিন

December Love: ডিসেম্বর মাস এলেই অনেকেই জানতে চান তাঁদের প্রেম জীবন বা দাম্পত্য সম্পর্ক কোন দিকে মোড় নেবে। বছরজুড়ে নানা উত্থান–পতনের পর বর্ষশেষে সম্পর্ক কোথায় দাঁড়াবে তা অনেকটাই নির্ভর করে গ্রহের চলন, দৃষ্টি এবং অবস্থানের ওপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি রাশির প্রেম ও দাম্পত্যজীবনে ডিসেম্বর মাসে আলাদা প্রভাব পড়ে। কারও সম্পর্কে উষ্ণতা বাড়ে, আবার কারও জীবনে আসে দূরত্ব বা ভুল বোঝাবুঝি। চলুন দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসে আপনার রাশির ভালোবাসা (Love Compatibility) কী বলছে এবং বর্ষশেষে প্রেম জমে ক্ষীর হবে নাকি সম্পর্কের মধ্যে শীতলতা বাড়বে? মেষ রাশি মেষ রাশির জন্য ডিসেম্বরের শুরুটা তুলনামূলক শান্ত হলেও দ্বিতীয় সপ্তাহ থেকে বৃহস্পতির শুভ দৃষ্টি দাম্পত্য সুখ বাড়িয়ে তুলবে। বিবাহিত জীবনে অশান্তি কমবে এবং সম্পর্কের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস তৈরি হবে। তবে প্রেম জীবনে খুব বেশি উন্নতি দেখা নাও যেতে পারে। সঙ্গীর সঙ্গে কথার ভুল বোঝাবুঝি তৈরি হলে তা বড় আকার নিতে পারে, তাই শব্দ চয়নে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ। রাগ বা অহং ত্যাগ করলে সম্পর্ক আরও সুন্দরভাবে এগোতে পারে। আরও পড়ুন- মেষ থেকে মীন, কার ভাগ্যে খুলছে সাফল্যের দুয়ার? দেখে নিন আজকের রাশিফল বৃষ রাশি বৃষ রাশির জাতক–জাতিকাদের ডিসেম্বরের প্রথম সপ্তাহ প্রেম এবং দাম্পত্য উভয় ক্ষেত্রেই শুভ ফল দেবে। সম্পর্কের উষ্ণতা বাড়বে এবং পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় হবে। তবে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি কিছুটা মিশ্র হয়ে উঠতে পারে। দম্ভ বা রাগ দেখালে সঙ্গীর সঙ্গে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হবে। প্রেম জীবনে বড় সাফল্যের আশা না থাকলেও সৎ ভাবে কথা বললে ভুল বোঝাবুঝি কেটে যেতে পারে। আরও পড়ুন- বাড়িতে থাকা পাঁচটি পবিত্র গাছ কাটলে রুষ্ট হন শিব–শনিদেব, ঘনায় অমঙ্গলের ছায়া! মিথুন রাশি মিথুন রাশির জন্য ডিসেম্বরের শুরুতে দাম্পত্যক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতা থাকলেও পরে সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিতে পারে। তবে প্রেম–প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুভ সময় শুরু হবে। বর্ষশেষে প্রেমের স্রোত এমনভাবে বইতে পারে যে বহুদিনের দূরত্ব কমে এক নতুন অধ্যায় শুরু হতে পারে। যাঁরা সিঙ্গেল, তাঁদের ক্ষেত্রেও এই সময় নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। আরও পড়ুন- সূর্যাস্তের পরে নিষিদ্ধ, ভুলেও করবেন না এই সব কাজ, রুষ্ট হতে পারেন লক্ষ্মী! কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে ডিসেম্বরের প্রথম সপ্তাহ শুভ। বৃহস্পতির দৃষ্টির কারণে দাম্পত্যজীবনে স্বস্তি মিলবে। তবে পরবর্তী সময়ে কিছু ভুল বোঝাবুঝি বা চাপ সৃষ্টি হতে পারে। প্রেম জীবনে মাসের শুরুটা বেশি অনুকূল, তারপর ধীরে ধীরে মিশ্র ফল মিলবে। সম্পর্ক ধরে রাখার চাবিকাঠি হবে নমনীয়তা এবং সহানুভূতি। আরও পড়ুন- চূড়ান্ত অশান্তি, ২০২৬-এ ভাঙতে পারে এই তিন রাশির সম্পর্ক! সিংহ রাশি সিংহ রাশির জন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ বিশেষভাবে শুভ। দাম্পত্যজীবনে স্থিতি এবং সুখ ফিরে আসবে। প্রথম সপ্তাহে সামান্য অশান্তি দেখা দিলেও তা খুব বড় আকার নেবে না। প্রেম জীবনে মাসের শুরুটা তুলনামূলক বেশি মধুর। সম্পর্কের প্রকাশ করতে চাইলে ডিসেম্বরই সেরা সময়। কন্যা রাশি কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে শনির অবস্থান সম্পর্ককে কিছুটা চাপের মধ্যে রাখবে। দাম্পত্যজীবনে বাধা আসতে পারে এবং ভুল বোঝাবুঝি বাড়তে পারে। প্রেম জীবনের প্রথম সপ্তাহ ভালো হলেও পরবর্তীতে পরিস্থিতি কিছুটা অস্থির হতে পারে। ধৈর্য এবং বোঝাপড়াই এখানে মূল ভূমিকা নেবে। তুলা রাশি তুলা রাশির জন্য ডিসেম্বরের শুরুতে সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়বে এবং দাম্পত্য জীবনে সাফল্য মিলবে। তবে মাসের মাঝামাঝি থেকে মিশ্র ফল পাওয়া যাবে। প্রেম–প্রীতির ক্ষেত্রে প্রথম সপ্তাহ পরে সময়কাল বেশি শুভ। যাঁরা সম্পর্কে আছেন, তাঁদের জন্য এই সময় নতুন করে বোঝাপড়া গড়ে তোলার সুযোগ রয়েছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক–জাতিকাদের জন্য ডিসেম্বরের দ্বিতীয় ভাগ প্রথম ভাগের তুলনায় অনেক বেশি সুখকর। সম্পর্কের মধ্যে স্নেহ, উষ্ণতা এবং মানসিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। তবে প্রেম জীবনে খুব বেশি ইতিবাচক ফল না-ও আসতে পারে। সঙ্গীর আবেগকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও স্থিতিশীল হবে। ধনু রাশি ধনু রাশির ব্যক্তিদের জন্য ডিসেম্বরের প্রথম ভাগ খুবই আনন্দময়। দাম্পত্যজীবনে সৌহার্দ্য বাড়বে। কিন্তু মাসের শেষভাগে কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। প্রেম জীবনের প্রথম সপ্তাহ শুভ হলেও পরে মিশ্র পরিস্থিতি তৈরি হতে পারে। মকর রাশি মকর রাশির জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ দাম্পত্যজীবনে শান্তি ও উষ্ণতা এনে দেবে। মাসের মাঝামাঝি থেকে কিছু টানাপোড়েন দেখা দিলেও তা খুব বড় সমস্যা তৈরি করবে না। প্রেম জীবনের দ্বিতীয় ভাগ বেশি অনুকূল। কেউ যদি প্রপোজ করার কথা ভেবে থাকেন, ডিসেম্বরের শেষ সপ্তাহ ভালো সময় হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কেতুর অবস্থান সম্পর্কের ক্ষেত্রে বাধা বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। প্রেম এবং দাম্পত্য উভয় ক্ষেত্রেই শান্ত থাকা জরুরি। প্রেম জীবনের প্রথম ভাগ বেশি শুভ, তবে ধৈর্যই এই রাশির জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মীন রাশি মীন রাশির জাতকদের ক্ষেত্রে শনির দৃষ্টির কারণে দাম্পত্যজীবনে সম্পূর্ণ সুখ পাওয়া কঠিন হতে পারে। সম্পর্কের মেলবন্ধনে মাঝে মাঝে সমস্যা দেখা দেবে। তবে প্রেম–প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ অনেক শুভ। যারা মন খুলে কথা বলতে চান, তাঁদের জন্য এই সময় আদর্শ। এই ডিসেম্বর কারও প্রেম জমে ক্ষীর হবে, আর কারও সম্পর্কে দূরত্ব বাড়বে। তবে প্রতিটি সম্পর্কের মূল শক্তি হল বোঝাপড়া, নমনীয়তা এবং ভালোবাসা। সঠিক সময়ে কথা বললে অনেক সমস্যাই কাটিয়ে ওঠা যায়। এটা মনে রাখতে হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 8:39 am

Virat Kohli Viral Video: বিরাটের প্রশংসা করতে গিয়ে নিজেই 'ট্রোলড' আর্শদীপ, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ভাইরাল ভিডিও

Virat Kohli and Arshdeep Singh: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই সিরিজে টিম ইন্ডিয়া নজরকাড়া পারফরম্যান্স করে। সেইসঙ্গে সিরিজও (IND vs SA) ২-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরে নেয়। IND vs SA Highlights, 3rd ODI: বিধ্বংসী শতরান যশস্বীর, জয়গাথা লেখা হল কিং কোহলির ব্যাটে এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলিকে ধুঁয়াধার ফর্মে দেখা যায়। এই সিরিজের প্রথম ম্যাচে তিনি ১৩৫ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছিলেন। রায়পুরে আয়োজিত দ্বিতীয় ম্যাচেও তাঁর ব্যাট থেকে শতরান দেখতে পাওয়া যায়। এই পরিস্থিতিতে সকলেই আশা করেছিলেন তৃতীয় ম্যাচেও হয়ত কিং কোহলির ব্যাট থেকে সেঞ্চুরির হ্যাটট্রিক দেখতে পাওয়া যাবে। কিন্তু, সেই আশা কার্যত অধরাই রয়ে গেল। বিরাটের দাপুটে মেজাজ বজায় থাকলেও, শেষপর্যন্ত ৬৫ রানে অপরাজিত থেকে তাঁকে মাঠ ছাড়তে হল। IND vs SA 3rd ODI, Quinton de Kock Century: শুধু সেঞ্চুরিতেই ক্ষান্ত নন, এই ৫ রেকর্ডও গড়লেন কুইন্টন ডি কক! ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার আর্শদীপ সিং একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওয় দেখা যায় বিরাট কোহলিকে। বিরাটের প্রশংসা করে আর্শদীপ বলেন, 'দক্ষিণ আফ্রিকা নেহাত রান টা কম করেছিল। নাহলে আজও তোমার সেঞ্চুরিটা বাঁধা ছিল।' দেখে নিন ভিডিও Rab Di SAU, Virat Paaji! ♥️ #INDvSA pic.twitter.com/8RlgsMT5id — Punjab Kings (@PunjabKingsIPL) December 6, 2025 এমন প্রশংসা শোনার পর বিরাট খানিক মুচকি হেসে জবাব দেন, 'ভাগ্য ভাল আজ টসটা ভারত জিতেছে। না হলে তোমারও সেঞ্চুরি দেখা যেত।' আসলে বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে শিশির ফ্যাক্টরকে বোঝাতে চেয়েছেন। প্রসঙ্গত, এই ম্যাচে আর্শদীপ আট ওভারে ৩৬ রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন। Virat Kohli: 'নেগেটিভ চিন্তাভাবনা থেকে...', ভারতকে জিতিয়ে কাকে ঠুকলেন বিরাট? উল্লেখ্য, ২০ ম্যাচ পর টিম ইন্ডিয়া আবারো ওয়ানডে ফরম্যাটে টস জিতল। দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৭০ রানে অলআউট হয়ে যায়। জয়ের জন্য ভারতের সামনে ২৭১ রানের টার্গেট ছিল। টিম ইন্ডিয়ার হয়ে শুরুটা বেশ ভালই করেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। রোহিত ৭৫ রানে আউট হয়ে গেলেও যশস্বীর ব্যাট থেকে বেরিয়ে আসে একটি ঝকঝকে শতরান। শেষ পর্যন্ত জয়সওয়াল ১১৬ রানে অপরাজিত থাকেন। আর ভারতও হেসে খেলে ম্যাচটা জিতে যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 8:30 am

AC Local Train: অফিস যাত্রীদের জন্য খুশির খবর! শিয়ালদার পর এবার হাওড়া শাখায় ছুটবে নতুন এসি লোকাল

AC Local Train: অফিস যাত্রীদের জন্য খুশির খবর। এবার শিয়ালদার পর হাওড়া, মেইন লাইনে ছুটবে নতুন এসি লোকাল। রেল সূত্রে ইঙ্গিত এমনটাই। ফলে গরমে ঘেমে-নেয়ে নাভিশ্বাস ওঠার দিন কার্যৎ শেষ হতে চলেছে। কবে ও কোন রুটে চলবে এসি লোকাল? রইল বড় আপডেট। পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন পরিষেবার উন্নতিতে এক বিরাট পদক্ষেপ নিতে চলেছে। কলকাতায় ‘৩য় রেল ইন্ডিয়া ফোরাম’-এ অংশ নিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানান, খুব শীঘ্রই হাওড়া–ব্যান্ডেল রুটে চালু হতে পারে এসি লোকাল ট্রেন। তাঁর কথায়, হাওড়া ডিভিশন ইতিমধ্যেই পাঁচটি নতুন এসি ইএমইউ রেকের জন্য রেলওয়ে বোর্ডের কাছে আবেদন জানানো হয়েছে। রেকগুলি পৌঁছালেই পরিষেবা চালুর প্রস্তুতি শুরু হবে। আরও পড়ুন- বিরাট বিস্ফোরণ, গোয়ার নাইট ক্লাবে ঝলসে মৃত্যু কমপক্ষে ২৩ জনের, বুক কেঁপে উঠল রাষ্ট্রপতি মুর্মুর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর দেউস্কর জানান, শিয়ালদহ ডিভিশনে ইতিমধ্যেই এসি লোকাল যথেষ্ট সাফল্য পেয়েছে। কৃষ্ণনগর-রানাঘাট-কল্যাণী রুটে যাত্রী সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক বেশি হওয়ায় নতুন রেকের অনুমোদন মিলেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই হাওড়া ডিভিশনের হাওড়া-ব্যান্ডেল এবং হাওড়া-বর্ধমান রুটেও এসি লোকাল চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রী চাহিদা, ট্রাফিক লোড এবং সময়সূচির ওপর ভিত্তি করে নেওয়া বিস্তারিত সমীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর বক্তব্য, “লোকাল ট্রেনই সাধারণ মানুষের লাইফলাইন, তাই যাত্রী পরিষেবা উন্নত করা আমাদের প্রথম লক্ষ্য।” আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি রেল সূত্রে আরও জানা গেছে, হাওড়া–বর্ধমান শাখায় সম্ভাব্য এসি লোকাল ব্যান্ডেল হয়ে চলবে। ট্রেনটি প্রায় ১০৭ কিমি পথ অতিক্রম করবে, সময় লাগবে প্রায় ২ ঘণ্টা ২৩ মিনিট। ১২ কোচের এই এসি ইএমইউ ট্রেনে মোট ১,১১৬টি আসন থাকবে এবং প্রায় ৩,৭৯৮ জন দাঁড়িয়ে যাতায়াত করতে পারবেন। এদিকে শিয়ালদহ–কল্যাণী রুটে যাত্রী সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের অন্যান্য দিনের পাশাপাশি রবিবারও পরীক্ষামূলকভাবে এসি লোকাল চালানো শুরু হয়েছে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, এসি লোকালের টিকিট বিক্রি অনেক রুটেই ১৫০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। ফলে বাড়তি পরিষেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-ব্যান্ডেল ও হাওড়া-বর্ধমান রুটে এসি লোকাল চালু হলে হাজার হাজার শহরতলির মানুষের কাছে রোজকারের যাতায়াত আরও আরামদায়ক ও সময়নিষ্ঠ হবে বলে মনে করছেন রেল আধিকারিকেরা। আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 8:15 am

Goa NightClub Fire: বিরাট বিস্ফোরণ, গোয়ার নাইট ক্লাবে ঝলসে মৃত্যু কমপক্ষে ২৩ জনের, বুক কেঁপে উঠল রাষ্ট্রপতি মুর্মুর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Goa NightClub Fire: গোয়ার নাইটক্লাবে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২৩। প্রথমিক ভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন ছড়িয়ে পড়ে, যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,তদন্তের পরই বিস্ফোরণের সঠিক কারণ জানা যাবে। রাতভর চলছে উদ্ধারকাজ। চারদিক ঘন ধোঁয়া, আগুনের লেলিহান শিখা। আহতদের চিৎকারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও–ছবিতে দেখা গেছে আগুনের তীব্রতা কতটা ভয়াবহ। অনেকেই দীর্ঘ সময় ক্লাবের ভিতরে আটকে ছিলেন, যাদের উদ্ধার করতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী #WATCH | Goa | 23 people lost their lives after a major fire incident at Arpora. The injured are being taken to the hospital. pic.twitter.com/loquiYFLQq — ANI (@ANI) December 6, 2025 গোয়ার উত্তর জেলার আরপোরা ভিলেজের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল অন্তত ২৩ জনের। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। গোয়া পুলিশের ডিজি আলোক কুমার জানিয়েছেন “কমপক্ষে ২৩টি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই ক্লাবের কর্মচারী।” পুলিশের দাবি, কয়েকজনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে, আর অনেকের মৃত্যু দমবন্ধ হয়ে।দুর্ঘটনার সময় ক্লাবের ভেতর প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মৃতদের তালিকায় ২০ জন পুরুষ এবং ৩ জন মহিলা রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি Deeply pained by the tragic fire incident in North Goa district resulting in the loss of precious lives. My heartfelt condolences to the bereaved families. May they find strength during this difficult time. I pray for the speedy recovery of those injured. — President of India (@rashtrapatibhvn) December 7, 2025 ঘটনার খবর পেয়েই গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত। তিনি ঘটনাটিকে “অত্যন্ত দুঃখজনক” বলে উল্লেখ করে জানান, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা মানদণ্ডে কোথাও ত্রুটি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, মৃতদের মধ্যে তিন-চারজন পর্যটকও রয়েছেন, যারা ছুটি কাটাতে গোয়া এসেছিলেন। আরও পড়ুন- Egg price hike: ডিমের দামে বিরাট লাফ! মধ্যবিত্তের পকেটে বিরাট কোপ, চিন্তা মিড-ডে মিলেও #WATCH | Arpora | Goa CM Pramod Sawant says, The incident is very unfortunate for a tourism state like Goa. The people who run such things illegally, and a fire incident occurred...23 people have lost their lives...The government will conduct an inquiry into this incident. The… https://t.co/8Lv18IvNoh pic.twitter.com/0BBWhhLpQg — ANI (@ANI) December 6, 2025 এদিকে, আগুন নেভানোর ও উদ্ধারকাজে দমকল বিভাগ ও পুলিশ রাতভর তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যায়। প্রবল ধোঁয়ার কারণে কিছুটা ব্যাহত হয় উদ্ধারকার্য। স্থানীয় বিধায়ক মাইকেল লোবো জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে গোটা রাত লেগে যায়। তিনি আশ্বাস দিয়েছেন, রাজ্যের সব নাইট ক্লাবেই এখন বিশেষ অগ্নি-নিরাপত্তা ব্যাবস্থা প্রশাসনের তরফে খতিয়ে দেখা হবে। আরও পড়ুন- বাবরি মসজিদ নির্মাণের বাজেট ৩০০ কোটি, ৮০ কোটি একাই হুমায়ুনকে দিলেন কে? জানলে চমকে যাবেন BREAKING | Goa Nightclub Tragedy – 23 Dead A massive fire broke out at Birch by Romeo Lane in North Goa’s Arpora late Saturday night, killing 23 staff members trapped inside. The blaze is suspected to have started in the kitchen, possibly triggered by a cylinder blast,… pic.twitter.com/cZvgsY0wVW — Bharathirajan (@bharathircc) December 6, 2025 মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের মধ্যে তিনজন মহিলা ও তিন–চারজন পর্যটকও রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের কথায়, বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে কয়েকজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নর্থ গোয়ার এই ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 7:44 am

South Africa Coach Controversial Comment: কোঁকড়া কাঠে ঠেকতেই ভোল বদল আফ্রিকান কোচের! বললেন, 'আমি দুঃখিত'

IND vs SA: ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team) নিয়ে সম্প্রতি কুরুচিকর মন্তব্য করেছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচ শুকরি কনরাড (Shukri Conrad)। অবশেষে কোঁকড়া কাঠে ঠেকতেই নিজের ভোল বদল করলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, মুখে অমন কথা বললেও আসলে সেটা বোঝাতে চাননি। কী হয়েছে ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। IND vs SA Highlights, 3rd ODI: বিধ্বংসী শতরান যশস্বীর, জয়গাথা লেখা হল কিং কোহলির ব্যাটে সম্প্রতি গুয়াহাটি টেস্টের চতুর্থ দিন সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন কনরাড। ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে মন্তব্য করার সময় তিনি 'গ্রোভেল' শব্দটি উল্লেখ করেন। এই শব্দটির অর্থ হল, কাউকে পায়ের নিচে দমিয়ে রাখা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট কোচের এমন মন্তব্যের পর চারদিকে সমালোচনার ঝড় উঠতে শুরু করে। অবশেষে তিনি ওয়ানডে সিরিজে পরাজয়ের পর এই ব্যাপারে মুখ খুললেন। Virat Kohli: 'নেগেটিভ চিন্তাভাবনা থেকে...', ভারতকে জিতিয়ে কাকে ঠুকলেন বিরাট? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে জয়লাভ করে। উল্লেখ্য, সিরিজের তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়া ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। আর এই সিরিজ হারের পরেই কার্যত ঢোক গিললেন কনরাড। Rohit Sharma: 'বল করতে যা ভাই...' কুলদীপকে মিষ্টি 'ধমক' রোহিতের! দেখুন ভিডিও তিনি বললেন, 'আমি দুঃখিত। তবে কাউকে অপমান করার কোনও ইচ্ছে আমার ছিল না। ভারতীয় ক্রিকেটাররা যাতে আরও বেশি সময় মাঠে কাটাতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য ছিল। কোনও কথা বলার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। কিন্তু, আমার এই মন্তব্যে কাউকে অপমান করার অভিপ্রায় ছিল না।' IND vs SA 3rd ODI, Quinton de Kock Century: শুধু সেঞ্চুরিতেই ক্ষান্ত নন, এই ৫ রেকর্ডও গড়লেন কুইন্টন ডি কক! এই শব্দটি কেন কলঙ্কিত? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৭৬ সালে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটি টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজে ইংল্যান্ড ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন টনি গ্রেগ। এই সিরিজের আগে ক্যারিবিয়ান ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল। সেই সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের উদ্দেশ্যে এই অপমানজনক শব্দটি ব্যবহার করেছিলেন টনি। এমন শব্দচয়নে ক্যারিবিয়ান ক্রিকেট সমর্থকরা বেশ খেপে গিয়েছিলেন। ব্যাপারটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। সেই বিতর্কের আঁচে ফের একবার হাত পোড়ালেন আফ্রিকান হেড কোচ শুকরিয কনরাড।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 7:30 am

Sonali Bibi return: “ভাবিনি আর দেশে ফিরব”, কান্নায় ভেঙে পড়লেন সোনালী, আবেগে ভাসল পাইকর

বহু প্রতীক্ষা, লড়াই এবং আইনি জটিলতার পর অবশেষে নিজের দেশের পরিচয় নিয়েই গ্রামে ফিরলেন সোনালী খাতুন। মালদা সীমান্ত থেকে সরকারি হস্তান্তরের পর রওনা হন নিজের গ্রাম বীরভূমের পাইকরের উদ্দেশে। গ্রামের মোড়ে তখন ভিড় জমে গেছে হাজার মানুষের। সোনালীকে দেখা মাত্রই চারদিকে একটাই আওয়াজ, “উই ওয়ান্ট জাস্টিস!” গর্ভবতী সোনালীকে অ্যাম্বুলেন্স থেকে নামতেই মা জোৎস্না বিবি ছুটে যান। তাঁকে দ্রুত রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই এক দিনের মধ্যেই সন্তানের জন্ম দেবেন তিনি। রাজ্যসভার সাংসদ ও রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম বলেন, “বাংলা-বিরোধী কেন্দ্রের জমিদাররা সোনালীদের দেশে ফেরা আটকে দিতে মরিয়া ছিল। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কেন্দ্রের সলিসিটর জেনারেলকে তীব্র ভর্ত্সনা করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে ফেরানোর নির্দেশ দেন।” আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: “সরকার চাইলে দাঙ্গা হয়”, অধীরের মুখে জ্যোতি বসুর কথা! বাবরি ইস্যুতে মমতাকেই তুলোধনা তিনি আরও জানান, সোনালীর স্বামী দানিশ সেখ ও সুইটি বিবিরাও ফিরতে পারতেন, কিন্তু BSF জানায়, আদালতের নির্দেশ শুধুমাত্র সোনালী ও তাঁর শিশুকে ফেরানোর। ফলে পরবর্তী ১২ ডিসেম্বরের রায়ই নির্ধারণ করবে বাকিদের ভবিষ্যত। অ্যাম্বুলেন্সে বসেই কান্নাজড়িত কণ্ঠে সোনালী বলেন,“ভাবিনি আর দেশে ফিরতে পারব। মেয়ে আফরিনকে আবার দেখতে পাব। স্বপ্নের মতো লাগছে। আমার সন্তান এ দেশের মাটিতে জন্মাবে, এটাই সবচেয়ে বড় আশীর্বাদ।” আরও পড়ুন- Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি শিলান্যাস! হুমায়ুনের ইভেন্টে বিস্ফোরক শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি পাইকরের দর্জিপাড়ায় সকাল থেকেই চাঞ্চল্য চরমে। ভাঙাচোরা ঘরগুলিও ভরে উঠেছিল ব্যস্ততায়। মা জোৎস্না বিবির চোখে ছিল শুধু অপেক্ষার সজল প্রতিচ্ছবি। ছোট আফরিন সারাক্ষণই খুঁজছিল মা’কে।কলেজ মোড়ে কিছুক্ষণ অপেক্ষার পর জোৎস্না বিবিকে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়। সেখানেই মিলল মা-মেয়ের বহুদিন পর ফিরে পাওয়ার মুহূর্ত। দর্জিপাড়া থেকে কিছুটা দূরে ফকিরপাড়ায় শূন্য দৃষ্টিতে বসে ছিলেন সুইটি বিবির মা নাজিনা বিবি। সুইটি ও তার দুই সন্তানের মুক্তি না পাওয়ায় বাড়ি জুড়ে উৎকণ্ঠা-উদ্বেগ। তিনি বলেন, “বাংলায় কথা বলার জন্য আমার মেয়েকে বাংলাদেশে পাঠানো হলো! ওদেরও যেন বাড়ি ফিরিয়ে আনা হয়।” আরও পড়ুন- Kolkata metro: যাত্রীদের সুবিধার্থে বাম্পার উদ্যোগ কলকাতা মেট্রোর! দারুণ চর্চায় দুরন্ত তৎপরতা! সামিরুল ইসলাম এই বিতর্কে স্পষ্ট ভাষায় বলেন, “SIR mapping-এ বাবা-মায়ের নাম থাকাই সবচেয়ে বড় পরিচয়। গরিব অশিক্ষিত মানুষের সব কাগজ না থাকলেই সে বাংলাদেশি, এ কেমন যুক্তি?” নাজিনা বিবিদেরও একটাই প্রশ্ন, “আবার কি দিল্লি যেতে হবে?” উত্তরে সামিরুল বলেন, “রাজ্যের শ্রমশ্রী প্রকল্পে মাসে ৫,০০০ টাকা দেওয়া হয়। বাইরে আর যেতে হবে না।” ঝড়-ঝঞ্ঝার লড়াই জিতে সোনালী খাতুনের দেশে ফেরা যেন ন্যায়ের জয়। তাঁর গর্ভে বেড়ে ওঠা ভবিষ্যৎ ভারতীয় নাগরিক এখন জন্ম নেবে নিজের মাটিতেই। সোনালীর ঘরে ফিরে আসা যেন গোটা পাইকর গ্রামের জয়ের দিন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 7:08 am

Ajker Rashifal Bengali, 07 December 2025: মেষ থেকে মীন, কার ভাগ্যে খুলছে সাফল্যের দুয়ার? দেখে নিন আজকের রাশিফল

Ajker Rashifal Bengali, 07 December 2025: ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার। আজকের দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নানা পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। চন্দ্র আজ অবস্থান করছে মিথুন রাশিতে, যার ফলে বুদ্ধিবৃত্তিক শক্তি, যোগাযোগ, সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুততার ওপর বেশি প্রভাব পড়বে। যাঁদের জন্মদিন আজ, পাশ্চাত্য জ্যোতিষ অনুসারে তাঁদের রাশি ধনু। আজকের দিনে নেপচুন এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাব আপনার ব্যক্তিত্বকে আরও স্বপ্নময়, দয়ালু এবং আধ্যাত্মিক করে তুলতে পারে। ৭ তারিখে জন্মগ্রহণকারীরা সাধারণত কল্পনাশক্তিতে সমৃদ্ধ এবং অন্তর্দৃষ্টিতে প্রখর হন। আজ আপনার শুভ সংখ্যা ৭, ১৬ ও ২৫। শুভ গ্রহ সোম ও বৃহস্পতি, তাই নীল, হলুদ ও বেগুনি রঙ আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের আজকের দিনটিতে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজ বা যোগাযোগে সাফল্য মিলবে। গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম বা লেখালেখির সঙ্গে জড়িত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। পারিবারিক প্রেক্ষাপটে ছোট ভাইবোনের সাহায্য মানসিক শান্তি আসবে। গার্মেন্টস বা টেক্সটাইল ব্যবসায় লাভের যোগ প্রবল। আরও পড়ুন- বাড়িতে থাকা পাঁচটি পবিত্র গাছ কাটলে রুষ্ট হন শিব–শনিদেব, ঘনায় অমঙ্গলের ছায়া! বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির সৌভাগ্য আজ অর্থলাভে কেন্দ্রিক। যে টাকা দীর্ঘদিন আটকে ছিল, তা ফিরে আসতে পারে। খাদ্যপদার্থ, পানীয় বা রেস্তোরাঁ সংক্রান্ত ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ তৈরি হবে। আয় এবং সঞ্চয় দু’দিকেই বৃদ্ধি দেখা যাবে। পরিবারের প্রয়োজনীয় কাজে আপনাকে আর্থিকভাবে এগিয়ে আসতে হতে পারে, তবে দিন শেষে তা সন্তুষ্টিও দেবে। আরও পড়ুন- সূর্যাস্তের পরে নিষিদ্ধ, ভুলেও করবেন না এই সব কাজ, রুষ্ট হতে পারেন লক্ষ্মী! মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জন্য দিনটি কর্মক্ষেত্রে শুভ। বস বা উচ্চপদস্থদের প্রশংসা পেতে পারেন। ব্যবসায়ীদের নতুন চুক্তি সম্পাদনের সুযোগ মিলতে পারে। তবে শারীরিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কাজের চাপ বাড়ায় ক্লান্তি বা মাথাব্যথা হতে পারে। কোনও বিষয়ে রাগ বা জেদ দেখালে পরিস্থিতি খারাপ হতে পারে। তাই ধৈর্য ধরা জরুরি। আরও পড়ুন- চূড়ান্ত অশান্তি, ২০২৬-এ ভাঙতে পারে এই তিন রাশির সম্পর্ক! কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতকদের আজ ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদেশযাত্রা বা ব্যবসায়িক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রবাসীদের দিনটি খুব একটা অনুকূল না-ও যেতে পারে। তবে দীর্ঘদিনের আইনগত জটিলতা থেকে মুক্তি মিলতে পারে, যা মনে শান্তি দেবে। আরও পড়ুন- বিয়ের পর ভালোবাসা কমছে? দাম্পত্যে অশান্তির নেপথ্যে নাড়ীদোষ, জানুন প্রতিকার সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকদের জন্য আজ কর্মক্ষেত্রে বাড়তি আয়ের সুযোগ রয়েছে। ব্যবসায়ীরা নতুন লাভের সম্ভাবনা দেখতে পাবেন। বড় ভাই বা পরিচিত কারও মাধ্যমে কাজের অগ্রগতি ঘটতে পারে। বন্ধুর সাহায্যও মিলবে যা নতুন দরজা খুলে দিতে সক্ষম। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতকদের আজ কাজে উন্নতি নিশ্চিত। ব্যবসায় প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা আপনার পথ সহজ করবে। পারিবারিক ক্ষেত্রে পিতার সাহায্য আজ খুবই পাবেন। চাকরি খোঁজা বা পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে বেকাররা পাবেন শুভ সংকেত। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জাতকদের আজ ভাগ্য এমনি এমনি সহায় হবে। বিদেশযাত্রা, আমদানি-রফতানি ব্যবসা বা আধ্যাত্মিক কাজে সাফল্যের সম্ভাবনা প্রবল। পুরোনো কোনও ইচ্ছাও পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জন্য দিনটি কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও লাভজনক হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগও ফল দেবে, তবে সতর্ক থাকা জরুরি। ব্যাংক ঋণ বা আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির কাজে কিছু অতিরিক্ত খরচের প্রয়োজন হতে পারে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতকদের আজ দাম্পত্যে শান্তি আসবে। অংশীদারিত্বে কাজের ক্ষেত্রে অগ্রগতি মিলবে। ব্যবসায় লাভের সম্ভাবনা খুব উজ্জ্বল। জীবনের সঙ্গীর সাহায্য বাড়ির কাজে চমৎকার অবদান রাখবে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের আজ স্বাস্থ্য বিষয়ে মনোযোগী হওয়া প্রযোজন। সহকর্মীদের সাপোর্ট কাজ সহজ করবে। ব্যবসায় কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। নিজের পরিকল্পনা গোপন রাখা ভাল। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের জন্য প্রেম এবং সৃজনশীলতার দিন। শিল্পী, অভিনেতা ও সঙ্গীতশিল্পীরা আজ বিশেষ সুবিধা পাবেন। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকলে তা দূর হবে। সব ক্ষেত্রেই সাফল্য মিলবে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের জন্য আজ পারিবারিক প্রত্যাশা পূরণের দিন। মা বা পরিবারের জ্যেষ্ঠদের সহযোগিতা জীবনকে সহজ করবে। কর্মক্ষেত্রে বহুদিনের স্বপ্ন পূরণ হতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত লাভের ইঙ্গিত রয়েছে। দিনের শুভ সময় রয়েছে সকাল, দুপুর ও রাতের বিভিন্ন ভাগে, যা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আপনাকে সুরক্ষা দেবে। রাত ১১টা ২৪ মিনিট পর্যন্ত তৃতীয়া তিথি চলবে, এরপর শুরু হবে চতুর্থী তিথি। চন্দ্রের অবস্থান আজ মিথুনে হওয়ায় বায়ুতত্ত্ব প্রবল থাকবে। এর প্রভাব রাশি অনুযায়ী ভিন্নভাবে অনুভূত হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 7 Dec 2025 6:00 am

‘সীমা ছাড়াবেন না’, ওয়ানডে সিরিজ জিতেই আগুনে মেজাজে গম্ভীর, কাকে বিঁধলেন?

'কটু' প্রশ্নে মেজাজ হারালেন ভারতীয় দলের হেডকোচ।

সংবাদপ্রতিদিন 7 Dec 2025 12:00 am

কালান্তার ( ০৭ ডিসেম্বর ২০২৫ )

কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar

কি পি ই কালান্তর 7 Dec 2025 12:00 am

মেজো মেয়েকে দেখিয়ে নাবালিকা ছোট কন্যার বিয়ের চেষ্টা! শেষরক্ষা হল না

খোদ বালুরঘাট শহরে পুলিশের চোখে ধুলো দিতে ব্যর্থ মা-বাবা।

সংবাদপ্রতিদিন 6 Dec 2025 11:40 pm

ঘোষিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি, কবে কখন নামছে ব্রাজিল-আর্জেন্টিনা-সহ বড় দলগুলি?

আগামী বছর ১১ জুন থেকে শুরু ফুটবলের মেগা ইভেন্ট।

সংবাদপ্রতিদিন 6 Dec 2025 11:19 pm