Vladimir Putin |দু’দিনের সফরে আজ ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে প্রাধান্য পাবে কোন বিষয়গুলি?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দু’দিনের সফরে আজ অর্থাৎ বৃহস্পতিবার ভারতে (India visit) আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। এদিন সন্ধ্যায় তিনি দিল্লিতে পা রাখবেন। ২০২১ সালে শেষ ভারতে এসেছিলেন পুতিন। দীর্ঘ ৪ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) আমন্ত্রণে ফের ভারতে আসছেন তিনি। আর এই বছরই রয়েছে ভারত-রাশিয়া (India-Russia) কৌশলগত অংশীদারিত্বের ২৫তম […] The post Vladimir Putin | দু’দিনের সফরে আজ ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে প্রাধান্য পাবে কোন বিষয়গুলি? appeared first on Uttarbanga Sambad .
Gold Price in Kolkata on 4th December, 2025: বিয়ে মানেই তো সোনার গহনা চাই-ই চাই। ডিসেম্বরের শুরুতে চড়চড়িয়ে বাড়ছিল সোনার দাম। তবে আজ, ৪ তারিখে হঠাৎ ঝুপ করে পড়ল সোনার দর। যদি কারোর সামনে বিয়ে থাকে বা উপহার দেওয়ার জন্য যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তাহলে আজই সুবর্ণ সুযোগ।
শতরানের রেকর্ডেও হতাশা! ২,৪৬২ দিন পর কোহলির সেঞ্চুরি সত্ত্বেও হারল ভারত
প্রায় ৭ বছর পর বিরাটের সেঞ্চুরিতে জয় পেল না টিম ইন্ডিয়া।
Anoushka Shankar: 'কীভাবে এমন করল?' বড় ধাক্কায় চুরমার, ক্ষুব্ধ অনুস্কা
Anoushka Shankar: কিংবদন্তি সেতার বাদক রবি শঙ্করের কন্যা ও বিশ্বখ্যাত সেতারশিল্পী অনুষ্কা শঙ্কর তাঁর সাম্প্রতিক ভ্রমণে ঘটে যাওয়া, একটি দুঃখজনক অভিজ্ঞতা নিয়ে এয়ার ইন্ডিয়ার প্রতি গভীর হতাশা প্রকাশ করেছেন। বুধবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, যাত্রাপথে তাঁর সেতারে গুরুতর ফাটল দেখা যায়- যা দীর্ঘ সঙ্গীতজীবনে অত্যন্ত বিরল ঘটনা। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে অনুষ্কা দেখা দেন অত্যন্ত হতাশ ও ব্যথিত মুখে। তিনি বলেন, “এত দিন পর এয়ার ইন্ডিয়ায় ট্রাভেল জরলাম। এই সেতার ভারতীয় সঙ্গীতের গর্ব, আর বহু বছর ধরে বিশ্বের নানা প্রান্তে নিয়ে গেছি। কিন্তু ১৫–১৭ বছর ধরে আমার বাদ্যযন্ত্রের সঙ্গে এমন ক্ষতি কখনও হয়নি।” কথা বলার সময় তিনি সেতারের ফাটলগুলি দেখিয়ে বলেন, “প্রথমে শুধুই মনে হচ্ছিল সুরের সমস্যা হচ্ছে। যখন সুর ঠিক করতে গিয়ে বাজাতে তুললাম, তখনই বুঝতে পারলাম ভেতরে বড় ক্ষতি হয়েছে।” Actor Tinu Karim: অক্সিজেন লেভেল কমে সাংঘাতিক অবস্থা! হাসপাতালে সংকটজনক অভিনেতা তিনি এয়ার ইন্ডিয়াকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন, “তোমরা কীভাবে এমন করলে? আমার সেতারের জন্য বিশেষ হার্ড কেস রয়েছে, তোমরা আলাদা করে হ্যান্ডলিং ফি নাও, তারপরও এমন অবহেলা?” তাঁর কথায় পরিষ্কার হতাশার সুর- যে বাদ্যযন্ত্র তাঁর পরিচয়, তাঁর জীবনের অংশ, সেটিই এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্রমণের সময়। ভিডিওটির সঙ্গে দীর্ঘ ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, “@airindia আমার সেতারের সঙ্গে কীভাবে এমন আচরণ করা হলো, তা ভেবে এখনও বিমর্ষ। ইচ্ছাকৃত অবহেলা ছাড়া এমন ক্ষতি অসম্ভব। আরও কষ্টের বিষয়, অনেক দিন পর, দেশীয় সংস্থার ফ্লাইটে উঠলাম। দেখা যাচ্ছে ভারতীয় বাদ্যযন্ত্র এয়ার ইন্ডিয়ায় নিরাপদে ভ্রমণ করতে পারে না। অন্যান্য এয়ারলাইন্সে হাজার হাজার ফ্লাইটে কখনো একটি পেগও বিকল হয়নি।” Dharmendra: শেষ জীবনে খান্ডালায় কৃষিকাজে মগ্ন, ছেলেদের নয়, কোটি টাকার সম্পত্তি কাদের দিয়েছেন ধর্মেন্দ্র? পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়, এবং ভক্তদের পাশাপাশি সহশিল্পীরাও সমর্থন করেন। কৌতুকাভিনেতা জাকির খান মন্তব্য করেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক।” সুরকার বিশাল দাদলানি লেখেন, “ঈশ্বর! ভীষণ কষ্টের বিষয়।” সঙ্গীতশিল্পী অন্বিতা শঙ্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা অবিশ্বাস্য! নিরাপদ বাক্সের মধ্যেও এমন ক্ষতি কীভাবে হয়?” উল্লেখযোগ্যভাবে, মাত্র গত মাসেই অনুষ্কা তাঁর তুতো ভাই আলম খান ও বাদ্যযন্ত্রবাদক সারথি করওয়ারের সঙ্গে তৈরি ‘ডেব্রেক’ সঙ্গীতের জন্য সেরা গ্লোবাল পারফরম্যান্স বিভাগে তাঁর ১১তম গ্র্যামি মনোনয়ন লাভ করেছেন।
Girishpark dead body: ট্যাবের পিছনে লেখা ‘LOST’, গিরিশ-পার্ক থেকে উদ্ধার হবু পাইলটের দেহ
Kolkata: জানা যাচ্ছে, যে বাড়ি থেকে সৌম্যদিত্যর দেহ উদ্ধার হয়েছে সেটি তাঁদের পৈত্রিক ভিটে। সেখানে মাঝে মধ্যেই যাতায়াত ছিল তাঁর। পরিবার সূত্রে খবর, বুধবার বিকেল চারটে নাগাদ ঘর থেকে বেরিয়ে যান তিনি। এরপর অনেকটা সময় কাটলেও ঘরে ফেরেননি। তারপরই তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। এ দিন, মৃতের ঘর থেকে একটি ট্যাব উদ্ধার হয়েছে।
‘আমার বিয়ের গুঞ্জনে সিলমোহর দিতে চাই না’, হঠাৎ কেন এমন মন্তব্য ‘ন্যাশনাল ক্রাশ’রশ্মিকার?
লাগাতার বিয়ের নানা আলোচনায় এবার মুখ খুললেন রশ্মিকা।
গিরিশ পার্কে হবু পাইলটের রহস্যমৃত্যু! পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
গত কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকা থেকে পাইলটের ট্রেনিং নিয়ে ফেরেন ওই যুবক।
South 24 Parganas News: মদ বিক্রির প্রতিবাদ করায় হামলা, ধর্ষণের হুমকি, চরম আতঙ্কে মহিলারা
রাজপুর–সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকায় মদ বিক্রির প্রতিবাদকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীরা মহিলাদের পরিচালিত এবং সরকারি স্বীকৃত ‘আদর্শনগর সোসাইটি’-র অফিসে জোর করে তালা ঝুলিয়ে দেয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি নরেন্দ্রপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে, ইতিমধ্যেই তদন্তও শুরু করেছে পুলিশ। সোসাইটির সম্পাদক রাজিয়া বেগম জানান, ওই দিন নিয়মিত মিটিং চলাকালীন কয়েকজন দুষ্কৃতী আচমকা ঢুকে মহিলাদের বের করে দিয়ে অফিসে তালা লাগিয়ে দেয়। তাঁর অভিযোগ, স্থানীয় তিন ব্যক্তি, বিজয় হালদার, চটা ও বুড়ো সাহা, একজন কাউন্সিলরের মদতে এই কাজ করেছে। রাজিয়া বেগম দাবি করেন, একসময় তিনি ওই কাউন্সিলরের ঘনিষ্ঠ ছিলেন, বর্তমানে সম্পর্ক না রাখায় প্রতিহিংসাবশত তাঁদের উপর এই হামলা। আরও পড়ুন- West Bengal News Live Updates: ৩২ হাজার প্রাইমারি চাকরি, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বড় লড়াইয়ের তোড়জোড় সোসাইটির সদস্য বেবিজা খাতুন অভিযোগ করেন, তাঁদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি প্রাণনাশের ভয়ও দেখানো হচ্ছে। অনিন্দিতা দেব জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজ চলছিল, তাঁরা প্রতিবাদ করায় এই প্রতিশোধ নেওয়া হয়েছে। টুম্পা রায়ের কথায়, এলাকায় এখন মহিলারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।অভিযোগ অস্বীকার করেছেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস মুখার্জি। তাঁর দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আরও পড়ুন- Kolkata Metro: যাত্রী-স্বার্থে যুগান্তকারী উদ্যোগ! মেট্রো–পূর্ব রেলের দুর্দান্ত কানেক্টিভিটি! অভূতপূর্ব তৎপরতার প্রশংসার ঝড় ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির সোনারপুর উত্তর বিধানসভার ১ নম্বর মন্ডল সভাপতি গৌতম বিশ্বাস বলেছেন, ‘‘এটি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের পরিণতি।’’ সিপিএমের জেলা কমিটির সদস্য অপুর্ব মণ্ডলের অভিযোগ, ‘‘এটি তোলাবাজির বখরা নিয়ে গণ্ডগোল ছাড়া কিছু নয়।’’ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা অব্যাহত। আরও পড়ুন- West Bengal Weather Update: ‘রেকর্ড’ শীতের আভাস, বইবে হাড়কাঁপানো ঠান্ডার স্রোত! কলকাতার তাপমাত্রা কোথায় নামতে পারে জানেন?
দেশজুড়ে আরও উড়ান বাতিল ইন্ডিগোর! যাত্রী বিক্ষোভে উত্তপ্ত দেশের একাধিক বিমানবন্দর
মহাবিপর্যয়ের মুখে ইন্ডিগো।
Sara Ali Khan: 'জীবনে কোনওদিন আরাম করার সুযোগ পাইনি,' বিস্ফোরক অভিনেত্রী সারা আলি খান
Sara Ali Khan bollywood: নবাব তনয়া। মা অভিনেত্রী। নিজেও ইতিমধ্যে বলিউডে সুনাম কুড়িয়েছেন। তারপরও যেন কোনও একটা যন্ত্রণা তাড়িয়ে বেড়াচ্ছে অভিনেত্রী সারা আলি খানকে। আর, চাপতে পারলেন না। এবার সে নিয়ে মুখ খুলেও ফেললেন এই তারকা। বলিউড অভিনেত্রী সারা আলি খান সবসময়ই নিজের মায়ের সঙ্গে গভীর সম্পর্ক নিয়ে খোলামেলা। এবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কাজের জায়গায় তাঁর কোনও নির্দিষ্ট ‘কমফোর্ট জোন’ নেই। কারণ তিনি বিশ্বাস করেন, প্রতিটি সিনেমার সেট, প্রতিটি শুটিং লোকেশন, প্রতিটি পরিস্থিতি আলাদা অনুভূতি। জীবনে এত বেড়ানো, এত বদল—নিউ ইয়র্কে পড়াশোনা থেকে কেদারনাথে শুটিং—এইসব অভিজ্ঞতা তাঁকে পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে সাহায্য করেছে। কিন্তু তার পরেও তিনি প্রতিদিন একটি জায়গায় নিজের সত্যিকারের শান্তি ফিরে পান—আর সেটি হল তাঁর মা অমৃতা সিং-এর গলা জড়িয়ে আদর। আরও পড়ুন- এই ছ’টি খাবার আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকারক সারা জানিয়েছেন, তিনি যেখানেই থাকুন না কেন, দিনের শেষে মায়ের কাছে ফিরে গিয়েই সবচেয়ে বেশি শক্তি আর আত্মবিশ্বাস পান। তাঁর মতে, মায়ের উপস্থিতি যেন গঙ্গা নদীর উৎসের মতো। গঙ্গা যেমন বিশাল পথ চলার পরও গঙ্গোত্রী থেকেই তার শক্তি পায়, ঠিক তেমনই তাঁর মা-ই তাঁর জীবনের মূল ভিত্তি। এই তুলনা থেকেই বোঝা যায়—একজন মায়ের ভূমিকা সন্তানের মানসিক জগতে ঠিক কতটা গভীরভাবে গেঁথে আছে। Mother and Child: মা ও সন্তানের সম্পর্ক। বিশেষজ্ঞদের মতে, একটি সন্তানের জীবনে মায়ের স্নেহ, নিরাপত্তা এবং মানসিক সমর্থন বিরাট অবদান রাখে। শুধু ছোটবেলাতেই নয়, বড় হওয়ার পরেও তা সমান গুরুত্বপূর্ণ। মনোবিদ ডা. সন্তোষ বাঁগাড় জানিয়েছেন, মায়ের কণ্ঠস্বর, তাঁর আশ্বাস, প্রতিদিনের ছোট ছোট যোগাযোগ—এসব শিশুর মনে এক ধরনের ‘ইমোশনাল সেফ জোন’ তৈরি করে। এই নিরাপত্তার অনুভূতিই বড় হয়ে একজন মানুষকে মানসিকভাবে স্থির, আত্মবিশ্বাসী এবং আবেগগতভাবে সুস্থ করে তোলে। আরও পড়ুন- কীভাবে সহজে আপনার শরীর পেতে পারে ভিটামিন বি১২, জানুন চিকিৎসকদের মত তিনি আরও জানান, দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্ত—একসঙ্গে খাওয়া, রান্নাঘরে প্রিয় মিষ্টি বানানো, স্কুল বা কাজের ক্লান্তি প্রকাশ করা, অথবা শুধু গায়ে-মাথায় হাত রাখা—এসবই সন্তানের মনে মা-বাবার প্রতি গভীর আস্থা তৈরি করে। এই আস্থা থেকেই তৈরি হয় এক অদ্ভুত মানসিক শক্তি, যা তাঁকে নানা ধরনের চ্যালেঞ্জে সাহসী হতে সাহায্য করে। বয়স যতই বাড়ুক, সন্তানের মনে একসময় সব সম্পর্ক বদলায়, কিন্তু মায়ের প্রতি টান কখনও কমে না। বিশেষ করে বাবা-মায়ের কাছে ফিরে আসার অনুভূতি, দীর্ঘদিন পর বাড়ির গন্ধ, মায়ের স্নেহময় স্পর্শ—এসবই প্রাপ্তবয়স্ক মানুষের মনে শৈশবের নিরাপত্তা ফিরিয়ে আনে। ডা. বাঁগাড় বলেন, 'কোনও মানুষের জীবনে ইমোশনাল এভেইলেবিলিটি অর্থাৎ মানসিকভাবে পাশে থাকা বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় মায়ের মধ্যেই। তাই মা সন্তানের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু এবং প্রথম মানসিক আশ্রয়।' আরও পড়ুন- রং ছাড়াই ৫ মিনিটে সহজে চুল করুন কালো, ব্যবহার করুন রান্নাঘরের এই উপাদান সারা আলি খানের বক্তব্যে এই সত্যটিই প্রকাশ পেয়েছে। যদিও তিনি বলিউড জগতে ব্যস্ত জীবন কাটান। প্রতিদিন বিভিন্ন সেট, নতুন মানুষের সঙ্গে কাজ, নানা চরিত্রের মধ্যে ডুবে থাকা—তবুও দিনের শেষে একটি অনড় জায়গা থেকে প্রতিদিনের শক্তি পান। সেই জায়গা হল তাঁর মা। এই অনুভব সবার ক্ষেত্রেই একইরকম। পৃথিবী যত দ্রুত পাল্টাক, প্রযুক্তি যত উন্নত হোক, মানুষের প্রয়োজন কিন্তু একই—একটি নিরাপদ আশ্রয়, যাঁর কাছে সব চাপ, সব ভয়, সব ক্লান্তি দূর হয়। আরও পড়ুন- ক্রিসমাস–নতুন বছরে রঙিন করে তুলুন ভ্রমণ, জেনে নিন কোনগুলো ভারতের সেরা তুষার-ঢাকা জায়গা আজকের সমাজে সন্তান ও মায়ের সম্পর্ক আগের তুলনায় আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাজের ব্যস্ততা, মানসিক চাপ, প্রতিযোগিতা—সবকিছু মিলিয়ে মানুষ ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে। ফলে আমরা আরও বেশি খুঁজে পাই এমন একটি জায়গা, যেখানে নিজের মত করে থাকা যায়, কোনও বিচার নেই, কোনও চাপ নেই। এই মানসিক নিরাপত্তা একজন মানুষের সফল ও সুস্থ জীবনের অন্যতম ভিত্তি। তাই সারা আলি খানের অভিজ্ঞতা, তাঁর মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা শুধুই ব্যক্তিগত অনুভূতি নয়—এটি সর্বজনীন সত্যের প্রতিফলন। আরও পড়ুন- ছেলে বা মেয়ের তুখোড় বুদ্ধি চান? এগুলো করান, হাতেনাতে ফল পাবেন একজন মা সন্তানের শুধু জন্মদাত্রী নন, তিনি তাঁর প্রথম সাপোর্ট সিস্টেম। প্রতিটি মানুষের জীবনে এমন একজন প্রয়োজন, যিনি কথা না বললেও মন বুঝতে পারেন, শুধু উপস্থিত থাকলেই সাহস দেন। সারা আলি খান যেমন প্রতিদিন মায়ের আলিঙ্গনে শক্তি পান, তেমনই অসংখ্য মানুষ প্রতিদিন তাঁদের মায়ের কাছ থেকেই জীবনের নানা সমস্যার সমাধান খুঁজে পান। এই সম্পর্কের গভীরতা কখনই মাপা যায় না, কিন্তু তার প্রভাব থাকে সারাজীবন। মা-সন্তানের সম্পর্ক এ কারণেই মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ককে জীবনের সবচেয়ে শক্তিশালী আবেগগত সংযোগ (emotional bonding) বলা হয়। এটি আমাদের শেখায়—যেখানে ভালোবাসা, সমর্থন ও নিরাপত্তা আছে, সেখানেই থাকে মানুষের প্রকৃত ‘কমফোর্ট জোন’।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে নিরাপত্তায় দায়িত্বে, সেই মহিলা কনস্টেবলকে হেনস্তায় গ্রেপ্তার ১
গ্রেপ্তারের পরেও ধৃত ওই ব্যক্তি পুলিশকে মারতে যায় বলে অভিযোগ।
Indian Railways: ১ ডিসেম্বর থেকে ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ভেরিফিকেশনের নিয়ম চালু করেছে। আইআরসিটিসির ওয়েবসাইট, অ্যাপ বা রেলওয়ে টিকিট কাউন্টার- যেখান থেকেই তৎকাল টিকিট কাটতে যান না কেন, ওটিপি লাগবেই।
SIR-এর চাপে জনমুখী প্রকল্প ব্যাহত না হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে ২৩ আধিকারিকের টিম নবান্নর
জেলায় গিয়ে এই অফিসাররা কী করবেন, সে বিষয়েও মুখ্যসচিব দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছেন।
Actor Tinu Karim: অক্সিজেন লেভেল কমে সাংঘাতিক অবস্থা! হাসপাতালে সংকটজনক অভিনেতা
ছোট পর্দার পরিচিত অভিনেতা তিনু করিম গত ২৪ নভেম্বর থেকে বাংলাদেশের ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে গতকাল বুধবার, তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি বাংলাদেশের সংবাদ মাধ্যম, প্রথম আলোকে নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন। হুমায়রা জানান, ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে যান তিনু করিম। সেখানে হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে কমে গেলে দ্রুত তাঁকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। ২৪ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। টানা চিকিৎসার পর গত দুই দিনে তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। Iman Chakraborty: ‘উন্নয়নের পাঁচালী’ গেয়ে কটাক্ষের ঝড়, স্পষ্টজবাব গায়িকা ইমনের কিন্তু গত সকালেই আবার ব্যাপক জটিলতা দেখা দেয়। রক্তচাপ হঠাৎ কমে যায়, সুগারের মাত্রাও বিপজ্জনকভাবে নেমে আসে। পরক্ষণেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। চিকিৎসকেরা দ্রুত তাঁকে আবার আইসিইউতে নেন এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়। স্বামীর বর্তমান সংকটময় অবস্থা নিয়ে ভেঙে পড়েছেন হুমায়রা নওশিন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “সবাই আমার সন্তানের বাবার জন্য প্রার্থনা করবেন। যেন তিনি সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন।” দাম্পত্য জীবনে তাঁদের ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। Dharmendra: শেষ জীবনে খান্ডালায় কৃষিকাজে মগ্ন, ছেলেদের নয়, কোটি টাকার সম্পত্তি কাদের দিয়েছেন ধর্মেন্দ্র? দীর্ঘ দুই যুগ ধরে অভিনয়ে সক্রিয় তিনু করিম। তাঁর অভিনয়জীবনের সূচনা ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে। এরপর নিয়মিত নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে তিনি ছোটপর্দায় নিজের অবস্থান পোক্ত করেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরে ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ বেশ কিছু আলোচিত প্রজেক্টে অভিনয় করে প্রশংসা কুড়ান। বর্তমানে পরিবার ও সহকর্মীরা তাঁর সুস্থতার খবরের অপেক্ষায় প্রহর গুনছেন।
Nabanna: ২৩ জেলায় ২৩ জন আমলা পেলেন বিশেষ দায়িত্ব, বড় পদক্ষেপ নবান্নর
Kolkata: মূলত, এসআইআর-এর আবহে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক হয় জেলা শাসকদের। সেই সময় মিটিংয়ে ভার্চুয়ালি ঢুকে মমতা স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, এসআইআর নিয়ে কোনও চাপ তাঁরা বরদাস্ত না করেন। উন্নয়নের কাজ যেন বহাল থাকে। এরপর ১ ডিসেম্বর মমতা সাড়ে চোদ্দ বছরের কাজের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরেছিলেন।
নজরে প্রতিরক্ষা থেকে বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ভারত সফরে পুতিন
বৃহস্পতিবারই ভারতে পৌঁছবেন রুশ প্রেসিডেন্ট।
নজরে প্রতিরক্ষা থেকে বাণিজ্যে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ভারত সফরে পুতিন
বৃহস্পতিবারই ভারতে পৌঁছবেন রুশ প্রেসিডেন্ট।
হিরো আলমকে হত্যার চেষ্টায় জামিন বাতিল অভিযুক্তদের, জারি গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকার বাড্ডা থানায় এই মামলা দায়ের হয়েছিল।
সৌদিতেও মিলল না রফাসূত্র, ফের ভেস্তে গেল পাক-আফগান শান্তি আলোচনা, এবার যুদ্ধের পথে দুই দেশ?
গত অক্টোবর মাসে ডুরান্ড লাইনকে কেন্দ্র করে সংঘাত শুরু হয় দু'দেশের।
‘স্বাস্থ্যবন্ধু’প্রকল্পে ২০ দিনেই উপকৃত এক লক্ষ মানুষ, খুশি মুখ্যমন্ত্রী
মানুষের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী।
উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, রাস্তায় দাঁড়ানো ট্রাকে ধাক্কা চারচাকার, গতির বলি ৪ ডাক্তারি পড়ুয়া
ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
Eastern Railway: বনগাঁ, হাসনাবাদ, হাবড়া ও বারাসতমুখী যাত্রীদের জন্য বড় সুখবর। দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে এখন সাবার্বান যাত্রা আরও দ্রুত, আরামদায়ক ও ঝামেলাহীন হয়ে উঠছে। বহু বছর ধরে যেটা কল্পনাতীত ছিল, আজ তা সম্ভব হয়েছে মেট্রো ও পূর্বরেলের নিবিড় সমন্বয়ের ফলে। নতুন সাবার্বান সার্ভিসে যাত্রীদের সুবিধা: ইতিমধ্যেই দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বনগাঁর জন্য নতুন সাবার্বান সার্ভিস এবং হাসনাবাদ–বারাসত লোকালের বর্ধিত পরিষেবা চালু হয়েছে। এর ফলে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে নেমেই যাত্রীরা হলুদ লাইনের মেট্রো তুলে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারছেন। আরও পড়ুন- West Bengal News Live Updates: ৩২ হাজার প্রাইমারি চাকরি, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বড় লড়াইয়ের তোড়জোড় গত আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত হলুদ লাইনের সম্প্রসারিত মেট্রো পরিষেবার উদ্বোধন করেন। তার পর থেকেই বিমানযাত্রীদের যাতায়াত সহজতর হয়েছে। একই সঙ্গে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে উঠছে হলুদ লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ হাব। আরও পড়ুন- West Bengal Weather Update: ‘রেকর্ড’ শীতের আভাস, বইবে হাড়কাঁপানো ঠান্ডার স্রোত! কলকাতার তাপমাত্রা কোথায় নামতে পারে জানেন? সাবার্বান যাত্রীদের ‘নতুন প্রবেশদ্বার’ কলকাতায়: এই স্টেশন এখন বেড়ে উঠেছে শহরে ঢোকার আরও একটি প্রধান দরজায়। পূর্বরেলের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছই যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা মেট্রোয় চড়ে সহজেই পৌঁছে যেতে পারছেন শহরের বিভিন্ন অংশে। বিশেষ করে বনগাঁ ও বারাসতগামী যাত্রীরা পিক আওয়ারে এখানে উপকৃত হচ্ছেন বেশি। আরও পড়ুন- Tarapith Temple: বন্ধ হচ্ছে তারাপীঠ মন্দিরে ‘টাকার খেলা’, প্রশাসনের বিরাট নির্দেশে ভরসা ফিরছে পুন্যার্থীদের মধ্যে পিক আওয়ারে বড় সুবিধা: নতুন EMU ট্রেন বর্তমানে সন্ধে ৬.৩৭-এ দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে তুলনামূলক কম ভিড়ের বনগাঁ লোকাল।আজ অর্থাৎ ৪ ডিসেম্বর থেকে আরও একটি নতুন EMU বনগাঁগামী লোকাল সন্ধে ৮.০৫ টা থেকে চালু। ফলে যাত্রীরা ভিড়ে ঠাসা শিয়ালদহে না গিয়েই মেট্রো থেকে নেমে সহজেই ধরতে পারবেন বনগাঁ লোকাল। হাসনাবাদ–বারাসত লোকালের সম্প্রসারণ: ৪ ডিসেম্বর থেকেই একটি হাসনাবাদ–বারাসত লোকাল বাড়িয়ে আনা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত।এই ট্রেনটি সন্ধে ৭.৫১-এ পৌঁছবে স্টেশনে। ফলে হাসনাবাদ, বসিরহাট, বারাসত অঞ্চলের যাত্রীরা মেট্রো ধরে সহজেই বেহালা বা জোকা পৌঁছে যেতে পারবেন যানজটের ঝামেলা ছাড়াই। আরও পড়ুন- Tripura protest: বাংলাদেশে বাউল দমন? আগরতলায় প্রতিবাদের বিস্ফোরণ, ডাকবাক্সে ৬০০ পোস্টকার্ড আগামী দিনে বাড়বে যাত্রী সুবিধা: এই নতুন পরিষেবা ও সম্প্রসারণের ফলে হাজার হাজার যাত্রী পিক আওয়ারে উপকৃত হবেন বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে মেট্রো কর্তৃপক্ষও প্রস্তুতি শুরু করেছে। লক্ষ্য একটাই, যাত্রাকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলা। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকে কেন্দ্র করে কলকাতা ও শহরতলির যোগাযোগব্যবস্থা যে আরও এক ধাপ এগিয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ছিলেন বলিউডের উজ্জ্বল নক্ষত্র, কিন্তু তাঁর হৃদয়ের গভীরে তিনি ছিলেন একেবারে মাটির মানুষ। কিংবদন্তি দিলীপ কুমারের প্রতি ভালোবাসা, তাঁকে শিল্পী হিসেবে গঠন করেছিল ঠিকই, তবে তাঁর আত্মার শিকড় ছিল পাঞ্জাবের গ্রামীণ জীবনে। মাটির গন্ধ, কৃষিকাজ আর গ্রামের শান্ত ছন্দের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ছিল আজীবন। সিনেমার ব্যস্ত দুনিয়া তাঁকে খুব একটা অবসর দিত না। তবুও সুযোগ পেলেই তিনি লুধিয়ানার কাছে, সাহনেওয়াল গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে ছুটে যেতেন। বাবার চাকরির বদলি এবং পরে সিনেজগতের টানাপোড়েন তাঁকে গ্রাম ছাড়তে বাধ্য করেছিল। কিন্তু তাঁর বিস্তৃত পরিবার সেখানেই থেকে যায় এবং তিনি নিয়মিত তাঁদের সঙ্গে দেখা করতে যেতেন।প্রায় এক দশক আগে এমনই একটি সফরে তিনি তাঁর পৈতৃক জমির নিয়ন্ত্রণ তাঁর খুড়তুতো ভাইদের হাতে তুলে দেন- যারা তাঁর অনুপস্থিতিতে স্নেহ ও নিষ্ঠার সঙ্গে জমির দেখাশোনা করতেন। Dharmendra: কড়া নিরাপত্তায় গঙ্গায় ধর্মেন্দ্রের অস্থি বিসর্জন, কোথায় হল শেষকৃত্য? ধর্মেন্দ্রর ভাগ্নে বুটা সিং দেওল এক সাক্ষাৎকারে জানান, ২০১৫-১৬ সালে, তিনি গ্রামে এসে ১ একর জমি আমার বাবা মনজিৎ সিং ও কাকা শিঙ্গারা সিংয়ের কাছে স্বেচ্ছায় হস্তান্তর করেন। কয়েক দশক ধরে আমাদের পরিবারই জমিটি চাষ ও রক্ষণাবেক্ষণ করছিল। তিনি কখনোই তাঁর শিকড় ভুলে যাননি।” বুটা আরও বলেন, খ্যাতি বা ব্যস্ততা- কোনো কিছুই ধর্মেন্দ্রকে পাঞ্জাবের আত্মীয়স্বজন ও শৈশবের বন্ধুদের থেকে দূরে সরাতে পারেনি। শেষবার তিনি গ্রামে গিয়েছিলেন ২০১৯ সালে, যখন তাঁর ছেলে সানি দেওল গুরুদাসপুর থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। পরিবারও নিয়মিত মুম্বই গিয়ে জমির মূল্যায়নের কাগজপত্র তাঁকে দেখাত, যাতে তিনি নিশ্চিত থাকতে পারেন যে সম্পত্তি নিরাপদ আছে। Dhurandhar movie: রেকর্ড দৈর্ঘ্য ও বিতর্কে ঘেরা ‘ধুরন্ধর’, সেন্সরের কাটে নয়া আলোচনার ঝড় শৈশবে ধর্মেন্দ্রর পরিবার বারবার বদলি হলেও শেষমেশ সাহনেওয়ালেই স্থায়ী হয়, আর এই গ্রামেই কেটেছে অভিনেতার বেড়ে ওঠার বেশিরভাগ সময়। যদিও ব্যস্ত জীবনে তিনি পাঞ্জাবে ফিরতে পারতেন না, তবুও মুম্বইয়ের পাশের খান্ডালায় নিজের খামারে তিনি যেন পাঞ্জাবকেই ফিরিয়ে এনেছিলেন। শেষ জীবনের বড় সময় তিনি কাটিয়েছেন সেখানেই। ফসল ফলানো, গবাদি পশুর যত্ন নেওয়া আর নিস্তব্ধ প্রকৃতির সঙ্গে মিশে থাকা ছিল, তাঁর সবচেয়ে বড় শান্তির জায়গা। কোভিড লকডাউনের সময় তিনি সেই খামার থেকেই অসংখ্য ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে দেখা মিলত তাঁর সেই সরল, মাটির মানুষ রূপের- যা তাঁকে আজীবন নোঙর করে রেখেছিল।
৩৫৮ তুলেও হার! টসভাগ্য এবং খারাপ ফিল্ডিংকে দায়ী করে আত্মসমালোচনা রাহুলের
আর কী বলেছেন ভারত অধিনায়ক?
Putin's Poop Suitcase: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খাওয়ার জন্যও তাঁর বিমানেই উড়ে আসছে পার্সোনাল ফুড ল্যাব। এক সপ্তাহের খাবার, ব্যক্তিগত রাঁধুনিও আসছে মস্কো থেকেই। যতই আমন্ত্রণ থাকুক, বিষক্রিয়ার আশঙ্কায় বাইরে কোনও খাবার পুতিন খান না।
West Bengal Weather: হুড়মুড়িয়ে নেমে গেল তাপমাত্রা, লেপ-কম্বল কি বেরবে এবার? কী বলছে আবহাওয়া অফিস?
West Bengal, Kolkata Weather Report: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এবার ধীরে-ধীরে ঠান্ডা পড়বে। সেই মতোই মরশুমে প্রথমবার ১৬ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ। গতকালও অতটা ঠান্ডার আমেজ মেলেনি। সকাল থেকেই আকাশে খানিক মেঘ ছিল। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবারটা একেবারে উল্টো। রোদ ঝলমলে আকাশ। আর দোসর ঠান্ডা।
Kolkata News Live Updates: প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল রাখার বিষয়ে এবার সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের প্রস্তুতির কথা জানালেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি-বাতিলের রায় খারিজ করে দেওয়ার পর তিনি জানিয়েছেন, এই রায়কে চ্যালেঞ্জ জানাতে শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন। ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে হতে পারে নতুন মামলা, ফলে নজর থাকবে সেদিকে। গতকাল মালদার পর আজ মুর্শিদাবাদের বহরমপুরে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে উত্তপ্ত মুর্শিদাবাদ। আরও পড়ুন- West Bengal Weather Update: ‘রেকর্ড’ শীতের আভাস, বইবে হাড়কাঁপানো ঠান্ডার স্রোত! কলকাতার তাপমাত্রা কোথায় নামতে পারে জানেন? বিশেষত তার বাবরি মসজিদ নির্মাণ নিয়ে মন্তব্যে জেলা রাজনীতিতে তোলপাড় পড়েছে। এই পরিস্থিতিতে আজকের সভা থেকে তৃণমূল নেত্রী হুমায়ুন কবীরকে কোনও বার্তা দেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। আরও পড়ুন- Tarapith Temple: বন্ধ হচ্ছে তারাপীঠ মন্দিরে ‘টাকার খেলা’, প্রশাসনের বিরাট নির্দেশে ভরসা ফিরছে পুন্যার্থীদের মধ্যে অন্যদিকে, সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা কমে যাওয়ার ইঙ্গিত মিলছে। কিছু জেলায় পারদ সর্বোচ্চ ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বাংলায় শুরু হতে পারে ঠান্ডার তীব্র ইনিংস। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরও পড়ুন- Mamata Banerjee: কোন ফর্মূলায় নাম বাদ? কমিশনের বিরাট চক্রান্ত ফাঁস! 'বোমা' ফাটালেন মমতা
Gautam Gambhir Controversy: ভারত হারতেই কাঠগড়ায় গম্ভীর? রাহুলের মন্তব্যে তুলকালাম বিতর্ক
IND vs SA: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হচ্ছে। সিরিজের দ্বিতীয় ম্য়াচটা রায়পুরে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) প্রথমে ব্যাট করতে নেমে ৩৫৮ রান করেছিল। কিন্তু, খারাপ বোলিং এবং ফিল্ডিংয়ের কারণে টিম ইন্ডিয়াকে এই ম্য়াচে হারের মুখ দেখতে হল। হারের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) বিস্ফোরক মন্তব্য করলেন। সঙ্গে এই ম্য়াচ হারের কারণও উল্লেখ করলেন তিনি। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্ধর্ষ ব্যাটিং করলেন এইডেন মারক্রাম এবং দিবল্ড ব্রেভিস। Ind vs SA Highlights, 2nd ODI: লড়াই করেও স্বপ্নভঙ্গ ভারতের, শেষরাতে বাজিমাত করল আফ্রিকা হারের পর কী বললেন কেএল রাহুল? দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ হাতছাড়া হওয়ার পর কেএল রাহুল বললেন, 'হার নিয়ে অত পর্যালোচনা করার দরকার নেই। কারণ মাঠে যথেষ্ট শিশির পড়েছে। সেকারণে দ্বিতীয় ইনিংসে বল করাটা যে কতখানি কঠিন, সেটা সকলেই বুঝতে পেরেছেন। তবে আমি মনে করি যে গত ম্য়াচে আমরা তুলনামূলক ভাল পারফরম্য়ান্স করেছিলাম। আজ আম্পায়াররাও বল বদলানোর কোনও সুযোগ ছাড়েননি। টস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তবে কয়েকটা ক্ষেত্র এমনও রয়েছে, যেখানে আমরা উন্নতি করতে পারি। ব্যাট হাতে ৩৫০+ রান আমার মতে যথেষ্ট ভাল স্কোর। তবে গত ম্য়াচের পরও ড্রেসিংরুমে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। ভেজা বলের মোকাবিলা করার জন্য কীভাবে ২০-২৫রান বেশি করা যায়, সেটা নিয়েও কথা হয়েছিল।' এরপরই অনেকে বলতে শুরু করেছেন রাহুল নাকি পরোক্ষে গম্ভীরের (Gautam Gambhir) চাণক্য নীতিকেই কাঠগড়ায় তোলার চেষ্টা করেছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর দল নির্বাচন নিয়েও। Virat Kohli Century, Kolkata Police: সেঞ্চুরি হাঁকিয়ে 'বিরাট' রাজত্ব, কিং কোহলিকে অভিনব সম্মান কলকাতা পুলিশের রাহুল মনে করেন, প্রথম ব্যাট করেই টিম ইন্ডিয়া বিপদে পড়েছে। এর পাশাপাশি তিনি বিরাট কোহলি এবং রুতুরাজ গায়কোয়াড়ের প্রশংসা করলেন। বললেন, 'আজ যেভাবে রুতুরাজ ব্যাট করল, সেটা দেখে খুব ভাল লেগেছে। বিরাটকে এই রূপে আমি ৫৫ কিংবা ৫৩ বার দেখেছি। ও শুধুমাত্র নিজের কাজটা করে যায়। তবে রুতুর ব্যাটিং দেখে খুব ভাল লেগেছে।' Ruturaj Gaikwad Century: টিম ইন্ডিয়ায় রুতু'রাজ', শতরানে যোগ্য জবাব সমালোচকদের এক নজরে ম্য়াচের হাল-হকিকত ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছিল। ভারতের হয়ে রুতুরাজ গায়কোয়াড় ৮৩ বলে ১০৫ রান করেছিলেন। অন্যদিকে, বিরাট কোহলি ৯৩ বলে ১০২ রান করেছিলেন। এর পাশাপাশি কেএল রাহুলও ৪৩ বলে অপরাজিত ৬৬ রান করেন। তবে টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাও দুর্দান্ত লড়াই চালায়। ওপেনার এইডেন মারক্রাম ৯৮ বলে ১১০ রান করেন। এছাড়া টেম্বা বাভুমা ৪৮ বলে ৪৬ রান করেন। অন্যদিকে, ম্য়াথিউ ব্রিৎজ়কে ৬৪ বলে ৬৮ রান এবং দিবল্ড ব্রেভিস ৩৪ বলে ৫৪ রান করেন।
Tripura protest: বাংলাদেশে বাউল দমন? আগরতলায় প্রতিবাদের বিস্ফোরণ, ডাকবাক্সে ৬০০ পোস্টকার্ড
সম্প্রতি বাংলাদেশে বাউল শিল্পীদের উপর আক্রমণের প্রতিবাদে বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের রবীন্দ্রমূর্তির পাদদেশে সমবেত হয়ে প্রতিবাদ সভা সংগঠিত করে সেদেশের মৌলবাদীদের বাংলা সংস্কৃতি ধ্বংস করা থেকে বিরত থাকতে বাংলাদেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে উপস্থিত প্রত্যেকে পোস্টকার্ডে খোলা চিঠি পাঠিয়েছে। রবীন্দ্র মূর্তির পাদদেশেই অস্থায়ীভাবে বসানো ডাকঘরের অফিসিয়াল ডাকবাক্সে উপস্থিত প্রায় ৬০০ জন লেখক শিল্পী ও শিল্পানুরাগীরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এই চিঠি পোস্ট করে সেদেশে সম্প্রতি গ্রেপ্তার হওয়া বাংলাদেশের বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করেন। আরও পড়ুন- West Bengal Weather Update: ‘রেকর্ড’ শীতের আভাস, বইবে হাড়কাঁপানো ঠান্ডার স্রোত! কলকাতার তাপমাত্রা কোথায় নামতে পারে জানেন? অভিনব এই প্রতিবাদের চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ও রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহাকেও। প্রতিবাদী অনুষ্ঠানের উদ্যোক্তা বাংলা সংস্কৃতি বলয় সংগঠনের সভাপতি সেবক ভট্টাচার্য্য বলেছেন, ইদানিং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাউল শিল্পী, মরমি শিল্পী, লোকসংগীতশিল্পী, মঞ্চ ও যাত্রাশিল্পী এবং সংস্কৃতিকর্মীদের ওপর ধারাবাহিক হামলা ও নির্যাতনের ঘটনায় আমরা বাংলা সংস্কৃতি বলয় সংগঠনের পক্ষে গভীর উদ্বেগ প্রকাশ করছি। সম্প্রতি ঢাকার কাছে মানিকগঞ্জের সাটুরিয়ায় বাউলশিল্পী আবুল সরকারকে তথাকথিত ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতিতেই বাউলদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। আরও পড়ুন- Tarapith Temple: বন্ধ হচ্ছে তারাপীঠ মন্দিরে ‘টাকার খেলা’, প্রশাসনের বিরাট নির্দেশে ভরসা ফিরছে পুন্যার্থীদের মধ্যে গত বছর আগষ্ট মাসে বাংলাদেশের পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিগত ১৫ মাসে রবীন্দ্র মূর্তি ভাঙা, রাহুল আনন্দ সহ বহু শিল্পীর উপর আক্রমণ থেকে শুরু করে অতি সম্প্রতি বাউল শিল্পীদের ওপর আক্রমণের ঘটনা বাংলা সংস্কৃতির বেদীমূলে আঘাত করার সামিল, বলেছেন সেবক ভট্টাচার্য্য। আরও পড়ুন- '৯ লক্ষ ৬৮ হাজার চাকরিপ্রার্থী বঞ্চিত', আদালতের রায়ের পরই 'বোমা' ফাটালেন শুভেন্দু তিনি আরও বলেছেন, বাউল সংস্কৃতিকে বাংলার আত্মা বলা যায় কারণ এটি বাংলার লোকসাহিত্য, দর্শন, এবং আধ্যাত্মিক চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। বাউল গান ও দর্শন বাংলার সুফিবাদ এবং দেহতত্ত্বের মতো বিষয়গুলোকে তুলে ধরে, যা বাংলার গ্রামীণ মানুষের জীবন ও আধ্যাত্মিকতার গভীরে প্রোথিত। এই সংস্কৃতি বাংলার নিজস্ব পরিচয় বহন করে এবং এর মাধ্যমে আত্মা ও অস্তিত্বের গভীর অনুসন্ধান করা হয়, যা এটিকে বাংলার আত্মার প্রতীক করে তুলেছে। এই বাউল সংস্কৃতির ওপরে বেশি করে আক্রমণ হানা হচ্ছে আজকের বাংলাদেশে। প্রতিবাদ সভায় উপস্থিত লেখক শিল্পী ও শিল্পানুরাগী জনতা ডাকবাক্সে যে চিঠি পোস্ট করেছেন সেই ডাকবাক্সটি ইতিমধ্যেই আগরতলা হেড পোস্ট অফিসের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে পাঠানো চিঠিগুলো আগরতলা হেড পোস্ট অফিসের পক্ষ থেকে আগরতলার বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসে (ভিসা অফিসে) ডাক মারফত তুলে দেওয়া হবে। এই প্রতিবাদস্বরূপ গণচিঠি প্রদান কর্মসূচিটিকে ঘিরে আগরতলার লেখক শিল্পীদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে।
Heart-Damaging Foods: এই ছ’টি খাবার আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকারক
Heart-Damaging Foods: মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হল হৃদপিণ্ড বা হার্ট। প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে করতে এই অঙ্গটি আমাদের শরীরের প্রতিটি কোণে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছে দেয়। কিন্তু আমাদের নিয়মিত খাবার-দাবারের ভুল অভ্যাস ধীরে ধীরে এই হৃদযন্ত্রকে দুর্বল করে তোলে। বিশেষ করে কিছু খাবার রয়েছে যেগুলো নিয়মিত বা অতিরিক্ত পরিমাণে খেলে হার্টের ওপর ভয়ঙ্কর চাপ পড়ে এবং এর ফলে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি, কোলেস্টেরল জমে রক্তনালির সংকুচিত হয়ে যাওয়া সহ নানা সমস্যা বাড়ে। আজকের আলোচনায় থাকছে এমন ছ’টি খাবার যেগুলো আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এবং দীর্ঘমেয়াদে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে। দৈনিক ব্যবহারের ভিত্তিতে, তালিকায় কে আছে কত নম্বরে? এই তালিকার শীর্ষে রয়েছে লবণ এবং চিনি। লবণ বা সোডিয়াম আমাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে পানি ধরে রাখতে সাহায্য করে, কিন্তু অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়িয়ে দেয়। যখন ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত থাকে, তখন হার্টকে অতিরিক্ত চাপ নিয়ে রক্ত পাম্প করতে হয়। এর ফলে হার্টের পেশি মোটা হয়ে যায় এবং হার্ট ফেইলিওরের ঝুঁকি বাড়ে। একইভাবে অতিরিক্ত চিনি আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে শরীরে ইনসুলিনের চাপ তৈরি করে। এই অনিয়ন্ত্রিত হাই সুগার ধীরে ধীরে রক্তনালি নষ্ট করে এবং হার্ট ও কিডনির ওপর মারাত্মক প্রভাব ফেলে। তাই দৈনন্দিন জীবনে লবণ ও চিনির ব্যবহার সীমিত রাখা জরুরি। আরও পড়ুন- কীভাবে সহজে আপনার শরীর পেতে পারে ভিটামিন বি১২, জানুন চিকিৎসকদের মত দ্বিতীয় ক্ষতিকারক খাবার হলো ডুবো তেলে ভাজা খাবার। চপ, বেগুনি, ফ্রাইড চিকেন, নুডলস ফ্রাই, বার্গার বা যেকোনো তেলে চুবিয়ে ভাজা খাবার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। এই এলডিএল কোলেস্টেরল রক্তনালির ভেতর জমে ব্লক তৈরি করে। রক্তনালি ব্লক হলেই হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয়। আজকাল ফাস্ট ফুডের জনপ্রিয়তার কারণে মানুষ এই ধরনের খাবার বেশি খাচ্ছে, যা দীর্ঘমেয়াদে হৃদরোগের সংখ্যা বাড়িয়ে তুলছে। ডুবো তেলে রান্না খাবারের তেল বহুবার ব্যবহার করা হলে আরও বিষাক্ত যৌগ তৈরি হয় যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। আরও পড়ুন- রং ছাড়াই ৫ মিনিটে সহজে চুল করুন কালো, ব্যবহার করুন রান্নাঘরের এই উপাদান তৃতীয় স্থানে রয়েছে রেড মিট বা লাল মাংস। যেমন—খাসি, ভেড়া, গরু কিংবা শূকরের মাংস। এই সব মাংসে স্যাচুরেটেড ফ্যাট ও ক্যালোরির পরিমাণ অনেক বেশি থাকে। নিয়মিত রেড মিট খেলে রক্তে কোলেস্টেরল বেড়ে যায় এবং রক্তনালির স্থিতিস্থাপকতা কমতে থাকে। এর ফলে উচ্চ রক্তচাপ, স্থূলতা এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। যদিও মাঝে মাঝে সীমিত পরিমাণে রেড মিট খাওয়া যেতে পারে, তবে দৈনিক খাদ্যতালিকায় এটি রাখা স্বাস্থ্যসম্মত নয়। আরও পড়ুন- ক্রিসমাস–নতুন বছরে রঙিন করে তুলুন ভ্রমণ, জেনে নিন কোনগুলো ভারতের সেরা তুষার-ঢাকা জায়গা তালিকার চতুর্থ ক্ষতিকারক খাবার হলো কোল্ড ড্রিংকস। আধুনিক জীবনে ঠান্ডা পানীয় যেন দৈনন্দিন অভ্যাসের মতো হয়ে গেছে, কিন্তু এই পানীয়গুলোতে অত্যধিক চিনি ও কৃত্রিম রং ছাড়া কোনো উপকারী উপাদান নেই। এক গ্লাস কোল্ড ড্রিংকসেই শরীরে কয়েকদিনের চিনি প্রবেশ করে। এই অতিরিক্ত চিনি হৃদপিণ্ডের পাশাপাশি লিভারকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। যারা ইতিমধ্যে ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তাদের জন্য কোল্ড ড্রিংকস সম্পূর্ণভাবে বর্জন করা উচিত। আরও পড়ুন- ছেলে বা মেয়ের তুখোড় বুদ্ধি চান? এগুলো করান, হাতেনাতে ফল পাবেন পঞ্চম অবস্থানে রয়েছে নানা ধরনের প্যাকেটজাত খাবার। চিপস, বিস্কুট, কাপ নুডলস, প্রস্তুত মশলা, প্রক্রিয়াজাত স্ন্যাকস বা ইনস্ট্যান্ট খাবার সবই দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য তৈরি হয়। তাই এসব খাবারে প্রচুর মাত্রায় লবণ, চিনি, তেল, ময়দা এবং রাসায়নিক প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। এই সমস্ত উপকরণ শরীরে প্রদাহ তৈরি করে এবং হৃদযন্ত্রের ওপর চাপ বাড়ায়। নিয়মিত প্যাকেটজাত খাবার খেলে ওজন বেড়ে যায়, রক্তচাপ বৃদ্ধি পায় এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। এবং ষষ্ঠ ক্ষতিকারক খাবার হল রিফাইন্ড লেখা থাকে এমন যেকোনো খাদ্যদ্রব্য—রিফাইন্ড আটা, রিফাইন্ড ময়দা, রিফাইন্ড তেল ইত্যাদি। এগুলোকে কৃত্রিমভাবে সাদা বা স্বচ্ছ করতে বহু রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনা হয়। ফলে এই খাবারের প্রাকৃতিক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। রিফাইন্ড খাবার রক্তে গ্লুকোজ বাড়ায়, হরমোনে অস্থিরতা তৈরি করে এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। সব মিলিয়ে বলা যায়, সুস্বাস্থ্য বজায় রাখতে এবং হার্টকে সুস্থ রাখতে এই ছয়টি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এর পরিবর্তে তাজা শাকসবজি, ফলমূল, বাদাম, মাছ, হোল গ্রেন এবং লো-ফ্যাট খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। খাদ্যাভ্যাস বদলালেই হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমানো যায়।
Bengal weather report today: রাজ্যে শীতের আমেজ আরও জোরদার হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেভাগেই জানিয়ে দিয়েছে, আর দু’এক দিনের মধ্যেই তাপমাত্রার উল্লেখযোগ্য পতন হতে পারে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তরের জেলাগুলিতেও ঢুকে পড়েছে শীতের দাপট। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। তালিকায় রয়েছে, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া। ভোরের কুয়াশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরে যাবে বলে জানিয়েছে দপ্তর। আরও পড়ুন- Tarapith Temple: বন্ধ হচ্ছে তারাপীঠ মন্দিরে ‘টাকার খেলা’, প্রশাসনের বিরাট নির্দেশে ভরসা ফিরছে পুন্যার্থীদের মধ্যে তাপমাত্রা পতনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামতে পারে।কিছু জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট আরও বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতে ঠান্ডা হাড় কাঁপাবে দিন কয়েকেই। আরও পড়ুন- '৯ লক্ষ ৬৮ হাজার চাকরিপ্রার্থী বঞ্চিত', আদালতের রায়ের পরই 'বোমা' ফাটালেন শুভেন্দু কলকাতার পারদ নামতে পারে ১৫-এর নীচে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবার কলকাতা শহরেও জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে।কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যেতে পারে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। আরও পড়ুন- Mamata Banerjee: কোন ফর্মূলায় নাম বাদ? কমিশনের বিরাট চক্রান্ত ফাঁস! 'বোমা' ফাটালেন মমতা উত্তরবঙ্গেও বাড়বে শীত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও জোর শীত চলছে। চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং–এ শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত মিলেছে। রাজ্যজুড়ে শীত জমে ওঠার পূর্বাভাসে উৎসাহী সাধারণ মানুষ, তবে কৃষি ও পরিবহণক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
Virat Kohli Dance: ভারত হারতেই 'নাগিন ডান্স' বিরাটের, নেট পাড়ায় চরম ভাইরাল ভিডিও!
Virat Kohli: দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে দুরন্ত শতরান হাঁকালেন বিরাট কোহলি। ইতিপূর্বে, রাঁচিতে আয়োজিত ওয়ানডে টেস্টেও তিনি শতরান হাঁকিয়েছিলেন। রায়পুরে আয়োজিত দ্বিতীয় ম্য়াচে ভারত ৩৫৮ রানের বিশাল স্কোর খাড়া করে। যদিও শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচটা ৪ উইকেটে জিতে যায়। বিরাট তাঁর ওয়ানডে ক্রিকেট কেরিয়ারের ৫৩তম শতরান করেন। তবে ম্য়াচ চলাকালীনই বিরাট কোহলি নাগিন ডান্স শুরু করে দেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। Top 5 Sports News, 3 December: ভারতের হার থেকে শাস্তির কোপে হর্ষিত! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর বিরাট কোহলির নাগিন ডান্স ভাইরাল দক্ষিণ আফ্রিকা ৪.৫ ওভারে প্রথম উইকেট হারায়। আর্শদীপ সিং (Arshdeep Singh) ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team) প্রথম সাফল্য এনে দেন। তুলে নেন কুইন্টন ডি ককের (Quinton de Kock) উইকেট। ডি কক বড় শট মারতে গিয়ে আউট হয়ে যান। এরপর বিরাট কোহলি ভরা মাঠেই নাগিন ডান্স করতে শুরু করেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ফিল্ডিং করার সময় বিরাট কোহলিকে হামেশাই নাচ করতে দেখা যায়। ইতিমধ্যে একাধিক মজাদার ভিডিও ইন্টারনেটে জমা হয়েছে। তবে এবার তাঁর এই নাগিন ডান্স সমর্থকরা বেশ পছন্দ করতে শুরু করেছেন। Virat Kohli Century, Kolkata Police: সেঞ্চুরি হাঁকিয়ে 'বিরাট' রাজত্ব, কিং কোহলিকে অভিনব সম্মান কলকাতা পুলিশের দেখুন ভিডিও: Virat Kohli’s reaction after the wicket. pic.twitter.com/CL8J0d8pzl — Mufaddal Vohra (@mufaddal_vohra) December 3, 2025 বিরাট কোহলি হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি রাঁচিতে আয়োজিত প্রথম ম্য়াচে কোহলি ১৩৫ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছিলেন। এরপর রায়পুরেও অব্যাহত ছিল তাঁর ব্যাটিং ধামাকা। তিনি ৯৩ বলে ১০২ রান করেন। এই ইনিংসে তিনি ৭ চার ছাড়াও ২ ছক্কা হাঁকিয়েছেন। এর পাশাপাশি রুতুরাজ গায়কোয়াড়ও দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেন। তিনি ৮৩ বলে ১০৫ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। Virat Kohli Century: রাঁচির পর রায়পুরেও কোহলির তাণ্ডব, হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি অন্যদিকে, অধিনায়ক রাহুলের ব্যাট থেকেও ৪৩ বলে ৬৬ রানের ইনিংস বেরিয়ে আসেন। টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান করে। এর জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান করে ফেলে। তিন ম্য়াচের এই ওয়ানডে সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। সিরিজের শেষ ম্য়াচটা যে দলটা যে দল জিততে পারবে, তারা বাজিমাত করতে পারবে।
Pakistan: পাকিস্তানের হাতে বাটি! শেষে কি না সরকারি বিমানই বেচে দিচ্ছে শেহবাজ সরকার
Pakistan International Airlines Sell: পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, আইএমএফের কাছ থেকে ৭ বিলিয়ন অর্থাৎ ৭০০ কোটি ডলারের আর্থিক প্য়াকেজ পেতে পাকিস্তানের উপরে যা যা শর্ত চাপানো হয়েছিল, তাতেই পিআইএ ধুঁকছে। আবার জিও টিভি-র রিপোর্টে দাবি, আইএমএফের প্যাকেজেই শর্ত ছিল এই বিমানের বিক্রি।
Tarapith Temple: পূর্বতন জেলা শাসকের নির্দেশকে কঠোর ভাবে পালন করতে হবে। তারাপীঠ মন্দিরের সেবাইতদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন রামপুরহাট মহকুমা শাসক রাঠোর অশ্বিনী বাবুসিংহ। আগের নিয়মেই চলবে তারাপীঠ মন্দিরের পুজো। কোনও বিশৃঙ্খলা নয়, কোনও ‘টাকার খেলা’ নয়। প্রশাসনের এই কড়া অবস্থানে স্বস্তির নিঃশ্বাস পুন্যার্থীদের। প্রসঙ্গত, যত দিন যাচ্ছে তারাপীঠ রাজ্য ছাড়িয়ে দেশের পুন্যার্থীদের মনে জায়গা করে নিয়েছে। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন মন্দিরে। অভিযোগ মানুষের উপচে পড়া ভিড় দেখে একশ্রেণীর সেবাইতরা মোটা অঙ্কের টাকা নিয়ে মা তারার দর্শন এবং পুজো করাচ্ছেন। অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এতে প্রতিদিনই তৈরি হচ্ছিল বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কি। অনেক সময় পুন্যার্থীদের মারধরের অভিযোগও জমা পড়ছে প্রশাসনের কাছে। অব্যবস্থা দুর করতে পূর্বতন জেলা শাসক বিধান রায় চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে কিছু নিয়মকানুন বেঁধে দেন। সেই নিয়মে প্রথম এক ঘণ্টা সাধারণ লাইনের পুন্যার্থীরা প্রবেশের সুযোগ পাবেন। বিশেষ লাইনের জন্য নির্দিষ্ট কুপন নেওয়া বাধ্যতামূলক। গর্ভগৃহে প্রবেশের পর বেরোনোর পথে আর কাউকে ঢুকতে দেওয়া যাবে না। স্থানীয় পুন্যার্থীরা প্রমাণপত্র দেখিয়ে পাবেন বিনামূল্যে ঢোকার বিশেষ পাশ। প্রশাসনের চাপে পরে মন্দির কমিটি ফের গর্ভগৃহে অঞ্জলি বা শৃঙ্গার পুজো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গর্ভগৃহের বাইরে মা তারার চরণে অর্পণ করতে পারবেন পুণ্যার্থীরা। মহকুমা শাসক জানিয়ে দিয়েছেন প্রতি মাসে মন্দিরের শৃঙ্খলা নিয়ে রিভিউ মিটিং হবে। প্রতি মাসের ১ তারিখ মন্দির কমিটির সঙ্গে বৈঠকে বসে নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।পুন্যার্থীদের অভিযোগ, তারাপীঠে নিয়ম তৈরি করা হয়, কিন্তু সেটা মানা হয় না। এর আগেও মন্দিরের গর্ভগৃহে পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল। নিষিদ্ধ ছিল মা তারার ছবি মোবাইল বন্দি করা। কয়েক মাস সেই নিয়ম পালন হলেও সেবাইতরাই সেই নিয়মভঙ্গ করেন। এখন দেখার নতুন মহকুমা শাসক কতদিন নিয়মের বন্ধনে রাখতে পারছেন তারাপীঠ মন্দিরকে। আরও পড়ুন- 'চাকরি খাওয়ার পক্ষে রাজ্য সরকার নয়, ৩২ হাজারের চাকরি বহাল রাখার রায় ঘোষণা হতেই আরও পড়ুন- 'সঞ্চার সাথী' অ্যাপ নিয়ে বিতর্ক চরমে! শেষমেষ কী বললেন যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া? আরও পড়ুন- Meesho IPO–তে SBI Mutual Fundকে বড়সড় বরাদ্দ, সিদ্ধান্তে ক্ষুব্ধ একাধিক বড় বিনিয়োগকারী আরও পড়ুন- অশান্তির আশঙ্কা থাকলে গ্রেফতার করা হোক হুমায়ুন কবীরকে, রাজ্যকে পরামর্শ রাজ্যপালের
IndiGo Flight Cancellation: যেখানে ইন্ডিগো নিজে দাবি করে যে তারা দৈনিক ২২০০ বিমান পরিচালন করে, সেখানেই গতকাল ১৪০০-রও বেশি বিমান দেরিতে উড়েছে। ডিজিসিএ-র তথ্য অনুযায়ী, গত নভেম্বরে মোট ১২৩২টি বিমান বাতিল হয়েছিল।
Ajker Rashifal Bengali, 04 December 2025: কার ফিরবে কপাল, কার হবে অপচয়, দেখুন আজকের রাশিফল
Ajker Rashifal Bengali, 04 December 2025: আজকের দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ শক্তিশালী। আজ ধনু রাশিতে জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য দিনটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে, কারণ পাশ্চাত্য মতে ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং জন্মতারিখের কারণে ইউরেনাসের দৃঢ় প্রভাব কাজ করবে। আজকের শুভ সংখ্যা ৪, ১৩, ২২ এবং ৩১ আপনার পরিকল্পনা ও কর্মক্ষেত্রে বিশেষ সৌভাগ্য নিয়ে আসতে পারে। শুভ গ্রহ রবি ও বৃহস্পতির সমন্বয় আজকের দিনকে আরও আলোকিত করবে। আজ হলুদ ও গোলাপি রঙ সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক হতে পারে। ভোর থেকে রাত পর্যন্ত বেশ কয়েকটি শুভ মূহূর্ত রয়েছে যা নতুন কাজ শুরু, কেনাকাটা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য উপযুক্ত। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতকদের জন্য আজ বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা উজ্জ্বল। যাঁরা খুচরা বা পাইকারি ব্যবসা করেন তাঁদের জন্য এটি লাভজনক দিন। হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় ভালো আয় হতে পারে। আত্মীয় আগমনে ঘরোয়া আনন্দ বাড়বে। অর্থনৈতিক স্থিতি ধরতে পারলে দিনটি আরও ভালো যাবে। আরও পড়ুন- কীভাবে সহজে আপনার শরীর পেতে পারে ভিটামিন বি১২, জানুন চিকিৎসকদের মত বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জন্য দিনটি কর্মক্ষেত্রে সফলতার বার্তা নিয়ে এসেছে। যাঁদের চাকরিতে উন্নতির অপেক্ষা ছিল আজ তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। অংশীদারী কাজে সুফল মিলবে এবং বেকারদের নতুন চাকরির সম্ভাবনা দেখা দেবে। সব মিলিয়ে স্থিতিশীল অগ্রগতির দিন। আরও পড়ুন- রং ছাড়াই ৫ মিনিটে সহজে চুল করুন কালো, ব্যবহার করুন রান্নাঘরের এই উপাদান মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির সামনে ব্যবসা সম্প্রসারণের সুযোগ থাকবে। আইনগত ঝামেলা থাকলে তা মিটে যেতে পারে। যাঁরা ভ্রমণসংক্রান্ত ব্যবসা করেন তাঁদের জন্য লাভজনক দিন। প্রবাসে থাকা মিথুন রাশির জাতকদেরও আজ শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিকল্পনায় স্থিরতা রাখলে সাফল্য আসবে। আরও পড়ুন- ক্রিসমাস–নতুন বছরে রঙিন করে তুলুন ভ্রমণ, জেনে নিন কোনগুলো ভারতের সেরা তুষার-ঢাকা জায়গা কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতকদের জন্য আজ বন্ধুর সহায়তা বিশেষ কাজে লাগবে। ঠিকাদারি কাজে ভালো আয় হতে পারে। চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব বা ইনসেনটিভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ভাই বা বোনের সাহায্যে আজ বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হবেন। জীবনে স্থিরতা ফিরিয়ে আনার জন্য এটি ভালো দিন। আরও পড়ুন- ছেলে বা মেয়ের তুখোড় বুদ্ধি চান? এগুলো করান, হাতেনাতে ফল পাবেন সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতকরা আজ প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। প্রশাসনিক কাজে আটকে থাকা ফাইল বা প্রোজেক্ট এগিয়ে যাবে। পিতার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং গৃহস্থালি জীবনে সহায়তা লাভ করবেন। দায়িত্বশীল আচরণে দিনটি শুভ হবে। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জন্য আজ ভাগ্য উন্নতির দিন। যাঁরা বিজ্ঞান বা গবেষণামূলক শিক্ষায় যুক্ত তাঁরা বৃত্তির সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষা বা বিদেশযাত্রার পরিকল্পনা থাকলে সফলতার সম্ভাবনা প্রবল। মানসিক দৃঢ়তা বাড়বে এবং নতুন শিক্ষার সুযোগ আসবে। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জন্য আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে লাভ হতে পারে। তবে পরিবারের কারও শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। ব্যাংক বা ব্যক্তিগত ঋণের সুযোগ তৈরি হতে পারে তবে সিদ্ধান্ত নেয়ার আগে বাস্তব পরিস্থিতি বিবেচনা করা জরুরি। সতর্কতা বজায় রাখাই আজ শ্রেয়। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জাতকদের দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। অংশীদারী ব্যবসায় লাভের সম্ভাবনা উজ্জ্বল। গৃহস্থালি কাজে জীবনসঙ্গীর সহায়তা পাবেন। একক ব্যবসায় আজ বিশেষ সুফল আসতে পারে। মনোযোগ ধরে রাখলে আরও ভালো ফল পাবেন। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জন্য আজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য লাভের দিন। ব্যবসায় নতুন কর্মচারী নিয়োগের পরিকল্পনা সফল হতে পারে। গৃহস্থালী জীবনে আনন্দের কোনও ঘটনা ঘটতে পারে। স্বাস্থ্যও স্থিতিশীল থাকবে। ভাগ্যের জোর আজ আপনার সঙ্গে রয়েছে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতকদের সন্তানের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। প্রেমে সাফল্য দেখা দেবে। শিল্প ও সৃজনশীল পেশাজীবীদের জন্য আয় বৃদ্ধির সুযোগ আজ প্রবল। মানসিক শান্তি বজায় থাকবে এবং নতুন পরিকল্পনায় সাফল্য আসবে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতকদের পারিবারিক প্রত্যাশা পূরণ হতে পারে। আত্মীয়দের সাহায্যে গৃহস্থালি কাজ সহজ হবে। সম্পত্তি সংক্রান্ত কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে। বাস্তব সিদ্ধান্ত গ্রহণ করলে দিনটি অত্যন্ত শুভ হবে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতকদের ব্যবসায় মধ্যস্থতার কাজে উন্নতি হবে। ছোট ভাইবোনের সাহায্যে গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান হতে পারে। গণমাধ্যম কর্মীদের জন্য পেশা পরিবর্তনের সুযোগ আসতে পারে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আজ ভালো আয় হওয়ার সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে চন্দ্রের অবস্থান, গ্রহগত প্রভাব এবং তিথি বিবেচনায় আজকের দিনটি লাভজনক, শান্তিপূর্ণ এবং কর্মবান্ধব। সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিলে সব রাশির জন্যই এটি ফলপ্রসূ হতে পারে। আজ চন্দ্র বৃষ রাশিতে গমন করবে। তিথি হিসেবে সকাল আটটা ছয় মিনিট পর্যন্ত চতুর্দশী এবং এর পর পূর্ণিমা তিথি চলবে। এর অর্থ মানসিক ও আর্থিক দু’দিকেই দিনটি ভারসাম্যপূর্ণ। বৃষ রাশিতে চন্দ্রের অবস্থান সব রাশির ওপর স্থিরতা, ধৈর্য ও বাস্তব সিদ্ধান্ত গ্রহণের শক্তি বাড়িয়ে দেবে।
খাগড়াগড় বিস্ফোরণে যোগ, পাঁচ জেএমবি জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
STF: ২০১৬ সালে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল এই অভিযুক্তদের। মহম্মদ রুবেল, জাহিরুল ইসলাম, মহম্মদ শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন সহ পাঁচজনকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করে এসটিএফ (STF)। দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়া শেষে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ওই পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে নগর দায়রা আদালত।
লক্ষ্মীবারে কী লক্ষ্মী আসবে আপনার পকেটে? জেনে নিন রাশি কী বলছে
Horoscope Today on december 04 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
সন্দীপ আরজি করে যোগ দেওয়ার আগে থেকেই দুর্নীতিতে যুক্ত আখতার আলি, বিস্ফোরক দাবি সিবিআই চার্জশিটে
চার্জশিটে সিবিআই রাজ্যের দু’জন 'বিধায়কে'র ভূমিকাও উল্লেখ করেছে।
কালান্তার ( ০৪ ডিসেম্বর ২০২৫ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
Top 5 Sports News, 3 December: ভারতের হার থেকে শাস্তির কোপে হর্ষিত! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর
Top 5 Sports News Highlights: বুধবার (৩ ডিসেম্বর) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে লজ্জার হার স্বীকার করল ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে, আগ্রাসী আচরণের জন্য আইসিসি-র শাস্তির কোপে পড়লেন হর্ষিত রানা। এদিকে আবার ওয়ানডে ক্রিকেটে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। ভারতের হার দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলকে ৪ উইকেটে পরাস্ত করল দক্ষিণ আফ্রিকা। বুধবার (৩ ডিসেম্বর) রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই জয়ের পাশাপাশি তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ১-১ ব্যবধানে সমতা ফিরে এল। এবার আগামী ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে সিরিজের অন্তিম তথা নির্ণায়ক ম্য়াচের আয়োজন করা হবে। পড়ে নিন বিস্তারিত: Ind vs SA Highlights, 2nd ODI: লড়াই করেও স্বপ্নভঙ্গ ভারতের, শেষরাতে বাজিমাত করল আফ্রিকা বিরাটের শতরান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে যেভাবে বিরাট কোহলি ব্যাট হাতে তান্ডব চালাচ্ছেন, তা দেখে যে কেউ চোখ বন্ধ করে বলতে পারবে ২০১৭ ওয়ানডে বিশ্বকাপে তার টিকিট একেবারে কনফার্ম। এই সিরিজের প্রথম দুটো ম্যাচেই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। আর সেকারণে ইতিমধ্যে গোটা দেশজুড়ে বইতে শুরু করেছে প্রশংসার বন্যা। পড়ে নিন বিস্তারিত: Virat Kohli Century: রাঁচির পর রায়পুরেও কোহলির তাণ্ডব, হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হর্ষিতের শাস্তি টিম ইন্ডিয়ার পেস বোলার হর্ষিত রানার উপর আচমকা নেমে এসেছে শাস্তির খাড়া। খেলা চলাকালীন 'রোয়াব' দেখানোর কারণে এবার তিনি নিজের বিপদ কার্যত নিজেই ডাকলেন। এই খারাপ আচরণের জন্য আইসিসি ইতিমধ্যে হর্ষিতকে সাবধান করে দিয়েছে। সেইসঙ্গে হর্ষিতের খাতায় যুক্ত করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে দিবল্ড ব্রেভিসকে আউট করেছিলেন হর্ষিত রানা। এরপর তিনি প্রোটিয়া ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার ইঙ্গিত করেন। পড়ে নিন বিস্তারিত: Harshit Rana: আচমকা 'দুঃসংবাদ' ভারতীয় ক্রিকেট শিবিরে, হর্ষিতের সামনে চরম বিপদ! রিচার চাকরি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রিচা ঘোষ। সম্প্রতি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইতিপূর্বে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রিচার এই অভাবনীয় সাফল্যের জন্য তাঁকে রাজ্য পুলিশের DSP পদে চাকরি দেওয়া হবে। অবশেষে বুধবার (৩ ডিসেম্বর) দায়িত্ব গ্রহণ করলেন বাংলার এই উইকেটকিপার-ব্যাটার। পড়ে নিন বিস্তারিত: Richa Ghosh: অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ 'বিশ্বজয়ী রিচা, খেলার পাশাপাশি সামলাবেন আইন-শৃঙ্খলা রোহিতের রেকর্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে রোহিত শর্মা মাত্র ১৪ রান করেন। তবে একটি অনন্য রেকর্ড কায়েম করেছেন তিনি। ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা ৯,০০০ রান পূরণ করে ফেললেন। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে রোহিত এই কৃতিত্ব অর্জন করলেন। এই তালিকায় তাঁর আগে নাম রয়েছে শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের। পড়ে নিন বিস্তারিত: Rohit Sharma Record: করলেন মাত্র ১৪ রান, তা সত্ত্বেও 'ধামাকা' রেকর্ড গড়লেন রোহিত!
Election Commission: আচমকা রাজ্যে হাজির কমিশনের তিন অফিসার, পৌঁছে যাচ্ছে সোজা ভোটারদের কাছে
SIR in Bengal: কমিশন সূত্রে খবর, বুধবার কলকাতার বেলেঘাটা অঞ্চলে পৌঁছে গিয়েছিলেন ওই তিন অফিসার। সরাসরি ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, প্রয়োজনে ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম বা কোনও নথি দেখতেও চাইতে পারেন। তাঁরা বৃহস্পতিবার কোথায় যাবেন, তা জানে না সিইও দফতরও।
সংসদে মনরেগা ঝড়, অবিলম্বে রাজ্যের বকেয়া মেটানোর দাবি তৃণমূল সাংসদ জুন মালিয়ার
অবিলম্বে রাজ্যের সব বকেয়া মেটাতে হবে, আর্জি মেদিনীপুরের সাংসদের।
Abhijit Ganguly: এই মামলায় দুর্নীতি প্রমাণিত হয়নি বলে উল্লেখ করেছে ডিভিশন বেঞ্চ। তাই যাঁদের বিরুদ্ধে কোনও নির্দিষ্ট অভিযোগ নেই, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যায় না। কিন্তু সিঙ্গল বেঞ্চ একধাক্কায় ৩২ হাজার জনের চাকরি বাতিল করে দিয়েছিল।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জঘন্য ফিল্ডিংয়ের খেসারত দিতে হল ভারতকে। রায়পুরে এক ম্যাচ বাকি থাকতে ভারতের সিরিজ জয়ের স্বপ্নে জল ঢেলে দিল দক্ষিণ আফ্রিকা। টসে হেরে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া করে ৩৫৮ রান। পাহাড় প্রমাণ রান তুলেও জয়ের মুখ দেখতে পারলেন রাহুলরা। বিফলে গেল কোহলি-রুতুরাজের জোড়া সেঞ্চুরি। মার্করাম, ব্রেভিস, ব্রিৎজকেরা দুর্দান্ত ইনিংস খেলে সহজেই […] The post India-SA ODI Series | জঘন্য ফিল্ডিং-বোলিং! বিফলে কোহলি-রুতুর জোড়া শতরান, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা appeared first on Uttarbanga Sambad .
SIR |২২০৮ থেকে কমতে কমতে ২৯, ক্রমশ শূন্যের পথে মৃত্যুহীন বুথ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগে নির্বাচন কমিশন জানিয়েছিল বাংলায় গত এক বছরে একজন ভোটারেরও মৃত্যু হয়নি অথবা স্থানান্তরিত হয়নি এমন বুথের সংখ্যা ছিল ২২০৮টি। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যজুড়ে। নির্বাচন কমিশনের হস্তক্ষেপে রাতারাতি বদলে যায় সংখ্যাটা। ২,২০৮ থেকে হয়ে যায় ৪৮০। গতকাল নির্বাচন কমিশন জানায় সেটা কমতে কমতে হল মাত্র ২৯। বর্তমানে […] The post SIR | ২২০৮ থেকে কমতে কমতে ২৯, ক্রমশ শূন্যের পথে মৃত্যুহীন বুথ appeared first on Uttarbanga Sambad .
Primary Recruitment Case: প্রাথমিক নিয়োগ মামলার নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে, যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল, তাঁরা দীর্ঘ সময় ধরে রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তাঁদের বিরুদ্ধে কোনও ব্যক্তিগত অভিযোগ বা অপরাধের প্রমাণ নেই।
'৯ লক্ষ ৬৮ হাজার চাকরিপ্রার্থী বঞ্চিত', আদালতের রায়ের পরই 'বোমা' ফাটালেন শুভেন্দু
প্রাথমিকে নিয়োগ পাওয়া ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি অবশেষে বহাল রইল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরি-বাতিলের রায় বুধবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিনের রায়ে বিচারপতিরা জানান, “দীর্ঘ ৯ বছর দায়িত্ব পালনের পর তাদের চাকরি বাতিল করা হলে তা শিক্ষক-শিক্ষিকা এবং তাঁদের পরিবারের ওপর গুরুতর বিরূপ প্রভাব ফেলবে।” আজকের এই রায়ের পর তীব্র প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতা হাই কোর্টের রায় নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, “সিঙ্গেল বেঞ্চের রায় ছিল তথ্যভিত্তিক, আর ডিভিশন বেঞ্চের রায় মানবিক দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়েছে।” শুভেন্দুর দাবি, বিচারব্যবস্থার প্রক্রিয়া একই হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই আসল সত্যের উপর দাঁড়ানো রায়। কারণ তা বাস্তব তথ্যের ভিত্তিতেই দেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, সরকারের পক্ষ থেকেই স্বীকার করা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া নিয়মমাফিক হয়নি, ফলে ডিভিশন বেঞ্চের মানবিক রায় অযোগ্যদের হাতে একটি বড় অস্ত্র তুলে দিল। 'চাকরি খাওয়ার পক্ষে রাজ্য সরকার নয়, ৩২ হাজারের চাকরি বহাল রাখার রায় ঘোষণা হতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী ফলে প্রায় তিন বছর ধরে চলা অনিশ্চয়তার ইতি টেনে ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি বহাল রাখার নির্দেশ দিল আদালত। এদিনের রায় প্রসঙ্গে আইনজীবী তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এর রায় বাঞ্ছনীয় নয়, এই রায় প্রকৃতপক্ষে দুর্নীতিকেই প্রশ্রয় দিল। এই রায়ের ফলে রাজ্য সরকারে যারা দুর্নীতি করেছেন তারা আরও উৎসাহিত হবেন। একটা বার্তা তাদের কাছে পৌঁছাবে দুর্নীতি করেও পার পাওয়া যায়। আজকের রায়ে মানবিক দিক থেকে বিবেচনা করেছেন বিচাপতিরা, যারা যোগ্য হয়েও চাকরি পান নি সেদিকটা উপেক্ষিত রয়েই গেল। তিনি আরও বলেন, চাকরি প্রার্থীরা ঠিক করবে ভবিষ্যতে সুপ্রিম কোর্টে যাবে কিনা না। তবে এটা ঠিক একটা অস্থিরতা থেকে বাঁচল সরকার। রায় যারা মানবে না তারা সুপ্রিম কোর্টে যাবেন। দুর্নীতি মামলায় তদন্ত চললেও আজকের রায়ে তারা বল পাবে। আজকের এই রায়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হল। দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, নিয়োগে ব্যাপক অনিয়ম প্রমাণিত হয়নি। আদালতের পর্যবেক্ষণ, নয় বছর চাকরি করার পর এত বড় সংখ্যক প্রাথমিকে শিক্ষকের নিয়োগ বাতিল করা হলে তাদের পরিবার মারাত্মক সংকটে পড়বে। আদালত মন্তব্য করে, “কিছু ব্যর্থ প্রার্থীর অভিযোগের ভিত্তিতে পুরো সিস্টেমকে নষ্ট করা যায় না। নয় বছর পর কারও চাকরি কেড়ে নেওয়া অপ্রত্যাশিত ও মানবিক দিক থেকে অগ্রহণযোগ্য।” 'সঞ্চার সাথী' অ্যাপ নিয়ে বিতর্ক চরমে! শেষমেষ কী বললেন যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া? এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনও চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হয়নি। সম্প্রতি যে পুলিশে নিয়োগ হয়েছে, সেখানেও OMR-এর কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়নি। আমার বিশ্বাস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঠিক জায়গাটি ধরেছিলেন। সেটা বেঠিক হওয়ার কোনও জায়গা নেই। তদন্ত সংস্থা সিবিআই-এর রিপোর্টের ভিত্তিতে আদালত জানায়, প্রথমে ২৬৪টি নিয়োগে অনিয়ম ধরা পড়লেও পরবর্তীতে আরও ৯৬ জনের নাম তদন্তের আওতায় আসে। তবে এই নির্দিষ্ট অনিয়মের জন্য পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যুক্তিযুক্ত নয় বলে মত দেয় ডিভিশন বেঞ্চ।রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বস্তি প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা বিচারব্যবস্থাকে সম্মান করি। আমাদের শিক্ষক-শিক্ষিকারা তাঁদের চাকরি ফিরে পেয়েছেন, তাতে আমি খুশি।” Meesho IPO–তে SBI Mutual Fundকে বড়সড় বরাদ্দ, সিদ্ধান্তে ক্ষুব্ধ একাধিক বড় বিনিয়োগকারী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে তিনি বিস্তারিত বিশ্লেষণ করবেন। একই সঙ্গে বঞ্চিত প্রার্থীদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পথ এখনও খোলা আছে বলেও তিনি উল্লেখ করেন। এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিরোধী দলনেতা বলেন, আজকের রায়-তে যারা চাকরি করছেন তাদের বিষয়ে আমার কিছু বলার নেই। তারা পরিস্থিতির শিকার আমার সহানুভূতি তাদের সঙ্গে আছে। মানিক ভট্টাচার্যরা মমতার নির্দেশে যে কাজ করেছেন তা অনৈতিক। পদ্ধতিগত ত্রুটির কথা উল্লেখ আজকের রায়ে স্পষ্ট উল্লেখ করেছে আদালত। ৩২ হাজারের ক্ষেত্রে মানবিক দিক থেকে বিবেচনা করেছে আদালত। কিন্তু যারা বঞ্চিত হয়েছেন সেই ৯ লক্ষ ৬৮ হাজার তাদের হাতে আজ ডিভিশন বেঞ্চ একটা মারাত্মক অস্ত্র তুলে দিয়েছে পদ্ধতিগত ত্রুটির উল্লেখ করে। তারা এখন কি করবেন সেটা তাদের ব্যাপার।
India vs South Africa: ঋতুরাজ গায়কোয়াড় ও বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে ভর করে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৩৫৯ রানের টার্গেট দিয়েছিল। শেষ ওভার অবধি লড়াই করে ম্যাচ জিতে সিরিজের স্কোরলাইন ১-১ দাঁড় করাল বাভুমা-ব্রিগেড।
যেন ‘সুপারম্যান’! হারের ম্যাচেও স্মরণীয় হয়ে থাকল তিলকের ফিল্ডিং
তিলকের দুরন্ত ফিল্ডিংয়ের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
ভিলেন শিশির! বিশ্রী বোলিং এবং ফিল্ডিংয়ের জেরে জোড়া সেঞ্চুরির পরও হার ভারতের
৩ ম্যাচের সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা।
Kalyan Banerjee: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে স্বস্তি ৩২,০০০ শিক্ষকের, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার এক যুগান্তকারী রায়ে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিয়েছে। চাকরি সংক্রান্ত দুর্নীতি মামলায় ৩২ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায় যে তারা সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখার পক্ষে নয়, কারণ সমস্ত নিয়োগের ক্ষেত্রে পদ্ধতিগত অনিয়ম চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। আদালতের পর্যবেক্ষণ, নয় বছর ধরে যাঁরা শিক্ষকতা করছেন, তাঁদের চাকরি কেড়ে নিলে শিক্ষক ও তাঁদের পরিবারের উপর মারাত্মক বিরূপ প্রভাব পড়বে। ডিভিশন বেঞ্চের মতে, পদ্ধতিগত অসৎ উদ্দেশ্য থাকার সম্ভাবনা থাকতে পারে, তথ্য বিশ্লেষণ সেই দিকে ইঙ্গিত করে না। একদল অসফল প্রার্থীকে গোটা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করার অনুমতি দেওয়া যায় না। নয় বছর চাকরির পর চাকরি কেড়ে নেওয়া হলে তা হবে শিক্ষকদের জন্য অসীম দুর্দশার কারণ হবে। বাংলা জয়ই পাখির চোখ মোদীর, বঙ্গ বিজেপির নেতাদের 'বিশেষ ক্লাস' প্রধানমন্ত্রীর লাইভ ল'-এর রিপোর্ট অনুযায়ী, আদালতের নির্দেশ, এই মামলার তদন্তভারপ্রাপ্ত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) প্রথমে ২৬৪টি নিয়োগে অনিয়ম চিহ্নিত করেছিল, পরে আরও ৯৬ জন শিক্ষকের নাম তাদের নজরে আসে। এই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেয় যে সমগ্র নির্বাচন প্রক্রিয়া বাতিল করা যেতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আমরা বিচার প্রক্রিয়াকে শ্রদ্ধা করি। আমি খুশি যে আমাদের ভাই-বোনেরা তাঁদের চাকরি ফিরে পেয়েছেন। অন্যদিকে, রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রায় প্রসঙ্গে কড়া মন্তব্য করে ডিভিশন বেঞ্চের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিচারপতি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হলে দেশের বিচারব্যবস্থা, সাধারণ মানুষের ক্ষতি হয়। তাঁর সংযোজন, সিঙ্গল বেঞ্চ বলেছিল ব্যাপক দুর্নীতি হয়েছে। কিন্তু তার স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি কেউ। ন’বছর ধরে চাকরি করছেন শিক্ষকরা। ভাল রায় দিয়েছে ডিভিশন বেঞ্চ। আমরা ডিভিশন বেঞ্চের কাছে কৃতজ্ঞ। আমি ব্যক্তিগত ভাবে বিচারপতিদের কাছে কৃতজ্ঞ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিচারব্যবস্থায় যাঁরা বিচার করেন, তাঁরা সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, নিজস্ব ভাবনা, নিজস্ব পক্ষপাতের ঊর্ধ্বে গিয়ে কাজ করেন, যা আজ ডিভিশন বেঞ্চ করেছে। 'চাকরি খাওয়ার পক্ষে রাজ্য সরকার নয়, ৩২ হাজারের চাকরি বহাল রাখার রায় ঘোষণা হতেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরি-বাতিলের রায় বুধবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের এই সিদ্ধান্তে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ডিভিশন বেঞ্চ বিবেচনা করে যে রায় দিয়েছে, সে ব্যাপারে আমার কিছু বলার নেই। তিনি এদিন বলেন, আজকের এই রায় নিয়ে আমার কোনও মতামত দেওয়ার অধিকার নেই।” “ডিভিশন বেঞ্চ যদি মনে করে, হ্যাঁ এভাবেই মানুষকে রক্ষা করতে হবে, তাহলে ডিভিশন ঠিকই করেছে বলব।” এরপরই প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ বলেন, “আমি ভেবেছিলাম যে দুর্নীতি যারা করেছে, চাকরি যেভাবে বিক্রি হয়েছিল, সেই পুরো সিস্টেমটাকেই আমি বিসর্জন দিতে চেয়েছিলাম। তবে ডিভিশন বেঞ্চ যেটা ভাল বুঝেছে তা করেছে।” অশান্তির আশঙ্কা থাকলে গ্রেফতার করা হোক হুমায়ুন কবীরকে, রাজ্যকে পরামর্শ রাজ্যপালের এদিনের রায় প্রসঙ্গে আইনজীবী তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এর রায় বাঞ্ছনীয় নয়, এই রায় প্রকৃতপক্ষে দুর্নীতিকেই প্রশ্রয় দিল। এই রায়ের ফলে রাজ্য সরকারে যারা দুর্নীতি করেছেন তারা আরও উৎসাহিত হবেন। একটা বার্তা তাদের কাছে পৌঁছাবে দুর্নীতি করেও পার পাওয়া যায়। আজকের রায়ে মানবিক দিক থেকে বিবেচনা করেছেন বিচাপতিরা, যারা যোগ্য হয়েও চাকরি পান নি সেদিকটা উপেক্ষিত রয়েই গেল। তিনি আরও বলেন, চাকরি প্রার্থীরা ঠিক করবে ভবিষ্যতে সুপ্রিম কোর্টে যাবে কিনা না। তবে এটা ঠিক একটা অস্থিরতা থেকে বাঁচল সরকার। রায় যারা মানবে না তারা সুপ্রিম কোর্টে যাবেন। দুর্নীতি মামলায় তদন্ত চললেও আজকের রায়ে তারা বল পাবে। আজকের এই রায়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হল। দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। Meesho IPO–তে SBI Mutual Fundকে বড়সড় বরাদ্দ, সিদ্ধান্তে ক্ষুব্ধ একাধিক বড় বিনিয়োগকারী
East Bengal FC: সেমির লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল, বেলাইন করতে পারবে পঞ্জাব 'মেল'কে?
ঠাকুরঘরে এই দেবদেবীদের একসঙ্গে রাখছেন? বাস্তুমত না জানলেই অমঙ্গল!
বাড়ির ঈশান কোণ সবচেয়ে বেশি মঙ্গলময়।
vinfast Electric Scooter: ভারতের দ্রুত বাড়তে থাকা বৈদ্যুতিক গাড়ির বাজারে এবার এন্ট্রি নিতে চলেছে ভিয়েতনামের জনপ্রিয় ইভি ব্র্যান্ড ভিনফাস্ট। সংস্থাটি কয়েক মাস আগেই ভারতে দুটি ইলেকট্রিক কার লঞ্চ করেছিল। সেই ধারাবাহিকতায় এবার তারা ভারতীয় বাজারে নিজেদের ই-স্কুটার লাইনআপ আনার প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি ২০২৬ সালে ভারতের বাজারে তাদের ইলেকট্রিক স্কুটার আনতে চাইছে। যদিও সঠিক লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে উৎসবের মরশুমে, অর্থাৎ ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে স্কুটারগুলি বাজারে আসতে পারে। বর্তমানে কোম্পানি ভারতীয় গ্রাহকদের চাহিদা ও বাজার পরিস্থিতি যাচাই করার জন্য সমীক্ষা চালাচ্ছে। আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে প্রিমিয়াম সেগমেন্টে তিনটি স্কুটার ভিনফাস্টের প্রিমিয়াম স্কুটার লাইনআপে থাকতে পারে Theon S, Vento S এবং Vero X। Theon S তুলনামূলক বড় সাইজের, ১৪ ইঞ্চি অ্যালয় হুইল সমৃদ্ধ এবং উন্নত যাত্রা অভিজ্ঞতা দিতে সক্ষম। অফারে ভরপুর! iPhone 13 থেকে iPhone Air-এ মেগা ডিসকাউন্ট, ৪০ হাজারের কমে কিনুন প্রিমিয়াম স্মার্টফোন Vento S দেখতে বেশ ক্লাসিক এবং ঐতিহ্যবাহী ডিজাইনের ই-স্কুটার। এতে রয়েছে ১২ ইঞ্চি অ্যালয় ও সুইং-আর্ম মাউন্টেড মোটর, যা পারফরম্যান্স ও রেঞ্জের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখে। Vero X দেখতে অনেকটা Vento S-এর মতো হলেও এতে হাব মোটর ব্যবহৃত হয়েছে। সিটের নিচে ১৮ কেজির রিমুভেবেল ব্যাটারি যোগ করার অপশন রয়েছে বলেই খবর। এই তিনটি মডেলের মধ্যে Vento S-এর শীর্ষ গতি হতে পারে প্রায় ৮৯ কিমি/ঘণ্টা, Theon S-এর সর্বোচ্চ গতি ৯৯ কিমি/ঘণ্টা এবং রেঞ্জের দিক থেকে Theon S ও Vento S যথেষ্ট প্রতিযোগিতামূলক রেঞ্জ দিতে পারে। ব্যাটারি পুরো চার্জ হতে গড়ে ৬ থেকে ৬.৫ ঘণ্টা সময় লাগবে। বাজেট-বান্ধব ইলেকট্রিক স্কুটারের তালিকায় থাকতে পারে Evo Grand, Klara Neo এবং Feliz। তিনটিতেই হাব মোটর ব্যবহার করা হয়েছে। Evo Grand ও Klara Neo রেট্রো-স্টাইল নকশার, অন্যদিকে Feliz-এ বড় ১৪ ইঞ্চি অ্যালয় হুইল থাকায় রাস্তায় স্থিতিশীলতা বেশি পাওয়া যাবে। তিনটি মডেলেই ডিজাইন যথেষ্ট আকর্ষণীয় হলেও খুব বেশি আলাদা বা ইউনিক নয়। ভাঁজ করা আইফোনের দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে, সবচেয়ে দামি ফোনটিও এর সামনে সস্তা রেঞ্জের দিক থেকে Evo Grand ও Klara Neo দিতে পারে ১৩৪ কিমি পর্যন্ত (সিঙ্গল ব্যাটারি ভার্সনে), আর Feliz দিতে পারে প্রায় ১১২ কিমি রেঞ্জ। বাজেট মডেলগুলির চার্জিং সময় গড়ে ৫–৬.৫ ঘণ্টা। বিশেষজ্ঞদের মতে, ভারতের বাজারের জন্য সবচেয়ে উপযুক্ত মডেল হতে পারে Vento S। এর পারফরম্যান্স, রেঞ্জ, ডিজাইন এবং ফিচার সব মিলিয়ে ভারতীয় রাস্তা ও ব্যবহারকারীদের প্রয়োজনের সঙ্গে বেশ মানানসই। এতে থাকতে পারে LED আলো, প্রজেক্টর হেডল্যাম্প, সিঙ্গেল-চ্যানেল ABS, ডিজিটাল মিটার, স্মার্টফোন সংযোগ, রিমোট স্টার্ট/স্টপ ও Phone-as-a-Key ফিচার। Vento S স্কুটারটির সম্ভাব্য দাম ভারতে ১ লক্ষ থেকে ১.১ লক্ষ টাকার মধ্যে লঞ্চ হতে পারে। লঞ্চ হলে এটি প্রতিযোগিতা করবে Bajaj Chetak, TVS iQube, Ather Rizta, এবং Ola S1X-এর সঙ্গে।ভিনফাস্টের প্রবেশ ভারতীয় ই-স্কুটার বাজারে প্রতিযোগিতা আরও বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতে এল নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন
DSP Richa Ghosh |রাজ্য পুলিশের দায়িত্ব নিলেন বিশ্বজয়ী, ডিএসপি রিচার পোস্টিং শিলিগুড়ি কমিশনারেটে
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রথম বাঙালি হিসাবে ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন ভারতীয় মহিলা দলের উইকেটকিপার-ব্যাটার শিলিগুড়ির রিচা ঘোষ। বিশ্বকাপ জয়ের পর সিএবির সংবর্ধনা অনুষ্ঠানে রিচাকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি পদে চাকরির প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব গ্রহণ করেন শিলিগুড়ির রিচা। বুধবার সরকারিভাবে রাজ্য পুলিশের ডিএসপি হিসাবে দায়িত্ব নিলেন তারকা উইকেটকিপার-ব্যাটার রিচা। রিচাকে নতুন দায়িত্বে স্বাগত […] The post DSP Richa Ghosh | রাজ্য পুলিশের দায়িত্ব নিলেন বিশ্বজয়ী, ডিএসপি রিচার পোস্টিং শিলিগুড়ি কমিশনারেটে appeared first on Uttarbanga Sambad .
'মেগাবাজেট চরিত্রে' অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে প্রিয়াঙ্কার কাছে।
জোড়া সেঞ্চুরিতেই ফিরলেন পুরনো বিরাট! উইকেট পড়তেই মাঠে ‘নাগিন ডান্স’কিং কোহলির
এদিন ফিল্ডিংয়ের শুরু থেকেই প্রাণোচ্ছল মনে হচ্ছিল বিরাটকে।
Post Office Scheme: দেশজুড়ে নিরাপদ বিনিয়োগ ও নিশ্চিত রিটার্নের প্রতি ঝুঁকছেন সাধারণ মানুষ। সেই কারণেই পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প দীর্ঘদিন ধরেই সকল শ্রেণির মানুষের কাছে প্রথম পছন্দ হয়ে উঠেছে। অল্প অল্প মাসিক সঞ্চয় থেকে বড় অঙ্কের ফান্ড গঠন করার অন্যতম জনপ্রিয় উপায় হল পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (KVP)। কারণ, এই স্কিমে বিনিয়োগ করলে মাত্র ১১৫ মাসে আপনার জমানো টাকা দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ ২০,০০০ টাকা রাখলে মেয়াদ শেষে পাওয়া যায় ৪০,০০০ টাকা। সরকারি গ্যারান্টিযুক্ত এই স্কিম বর্তমানে বার্ষিক ৭.৫% সুদের হার দিচ্ছে, যা বাজারের ওঠানামার প্রভাবমুক্ত হওয়ায় ঝুঁকিমুক্ত বিনিয়োগের তালিকায় KVP-শীর্ষে রয়েছে। 'বিজেপি SIR করে নিজের কবর নিজেরাই খুঁড়েছে', গর্জে উঠলেন মমতা বর্তমানে আর্থিক অনিশ্চয়তার মধ্যে বহু মানুষ এমন স্কিম খুঁজছেন, যেখানে টাকা সুরক্ষিত থাকবে এবং রিটার্নও নিশ্চিত। এই চাহিদা মেটাচ্ছে ডাক বিভাগ পরিচালিত কিষাণ বিকাশ পত্র প্রকল্প। স্কিমের অন্যতম আকর্ষণ, ঠিক ৯ বছর ৭ মাস পর জমাকৃত অর্থ দ্বিগুণ হয়ে যায়। ফলে দীর্ঘমেয়াদী, সম্পূর্ণ নিরাপদ বিনিয়োগ খুঁজছেন এমন মানুষের কাছে KVP বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। ডাকঘর সূত্রে জানা গেছে, কিষাণ বিকাশ পত্রে বার্ষিক ৭.৫% হারে সুদ দেওয়া হয়। চক্রবৃদ্ধি সুদের সুবিধায় প্রতি বছরের সুদ মূলধনের সঙ্গে যুক্ত হয় এবং পরবর্তী বছরে সেই অনুযায়ী সুদ বাড়তে থাকে। উদাহরণ হিসেবে, কেউ যদি ₹১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে প্রথম বছরেই তিনি ৭,৫০০ টাকা সুদ পাবেন। এই সুদ মূল অর্থে যোগ হয়ে ক্রমে মেয়াদ শেষে মোট পরিমাণ দ্বিগুণ করে দেয়। বাংলা জয়ই পাখির চোখ মোদীর, বঙ্গ বিজেপির নেতাদের 'বিশেষ ক্লাস' প্রধানমন্ত্রীর KVP স্কিমের আরও একটি সুবিধা হল যে কোনও আর্থিক স্তরের মানুষের জন্য এটি সহজলভ্য। এখানে সিঙ্গেল, জয়েন্ট বা সর্বোচ্চ তিন জনের নামেও যৌথ অ্যাকাউন্টও খোলা যায়। এমনকি প্রয়োজনে আড়াই বছর পর অ্যাকাউন্ট বন্ধ করার সুযোগও রয়েছে, যা এই প্রকল্পকে আরও সুবিধাজনক করে তুলছে। বিশেষজ্ঞদের মতে, ১ লক্ষ থেকে ৫ লক্ষ যে কোনও অঙ্ক বিনিয়োগ করলে মেয়াদ শেষে দ্বিগুণ রিটার্ন পাওয়া যায়। সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হওয়ায় এবং সরকারি নিশ্চয়তা থাকায় কিষাণ বিকাশ পত্র বর্তমানে দেশের অন্যতম নির্ভরযোগ্য সেভিংস স্কিম হিসেবে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে। 'চাকরি খাওয়ার পক্ষে রাজ্য সরকার নয়, ৩২ হাজারের চাকরি বহাল রাখার রায় ঘোষণা হতেই
‘বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করার স্বপ্নপূরণ হয়েছে’, প্রথম সেঞ্চুরির পর মন্তব্য রুতুরাজের
সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থতার পর মন খারাপ হয়ে গিয়েছিল তাঁর।
‘ব্লকবাস্টার ২০২৫ সাল, আমার জীবনের…’, সন্তানসুখ নিয়ে প্রথমবার মুখ খুললেন ভিকি কৌশল
কী বললেন অভিনেতা?
Cabbage-Cauliflower Roll Recipe: সবজির মোড়কে শীতের জাদু, বাঁধাকপি-ফুলকপির রোলে মন ভাল করা স্ন্যাক্স
শীতকাল মানেই টাটকা সবজি আর জমিয়ে খাওয়া-দাওয়া। এই সময় যদি পুরনো স্বাদের একঘেয়েমি কাটিয়ে ডায়েটে যোগ হয় নতুন কোনও স্বাস্থ্যকর কিন্তু মুখরোচক স্ন্যাক্স, তা হলে কেমন হয়? জেনে নিন এমনই একটি অসাধারণ রেসিপি—বাঁধাকপি ও ফুলকপির রোল।
Vitamin B12: কীভাবে সহজে আপনার শরীর পেতে পারে ভিটামিন বি১২, জানুন চিকিৎসকদের মত
Vitamin B12: ভিটামিন বি১২ আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি, যা স্নায়ুতন্ত্র, রক্তকণিকা তৈরি এবং মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। সম্প্রতি বি১২ চিকিৎসা নিয়ে বিতর্ক বাড়িয়েছে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের মন্তব্য। তিনি দাবি করেছেন, ভিটামিন বি১২ ট্যাবলেট অনেক সময় রক্তের রিপোর্টকে ভুলভাবে স্বাভাবিক দেখাতে পারে, ফলে রোগীরা বিভ্রান্ত হন। তাঁর মতে, ট্যাবলেট শরীরে মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টা থাকে এবং সেই সময় রক্ত পরীক্ষা করলে রিপোর্টে বি১২-এর মান স্বাভাবিক দেখালেও শরীরে কার্যকর ভিটামিনের ঘাটতি থেকেই যেতে পারে। তাই তিনি বি১২ ইনজেকশনকেই বেশি নির্ভরযোগ্য চিকিৎসা হিসেবে উল্লেখ করেছেন। এই মন্তব্যের পরই ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিষয়টি এত সরলভাবে ব্যাখ্যা করা যায় না। সাধারণ রক্তপরীক্ষা শরীরে মোট বি১২ পরিমাপ করে, যার মধ্যে সক্রিয় ও নিষ্ক্রিয় দু’ধরনের বি১২–ই থাকে। অর্থাৎ এই রিপোর্ট দেখে অনেক সময় বোঝা যায় না যে শরীরের কোষগুলো আসলে কার্যকর বি১২ ঠিকভাবে পাচ্ছে কিনা। এই অবস্থাকে কার্যকর বা ফাংশনাল ঘাটতি বলা হয়। তাই রিপোর্ট স্বাভাবিক দেখালেও রোগীর ক্লান্তি, ব্রেন ফগ, মন খারাপ, স্নায়বিক ঝিনঝিনি, মাথা ঘোরা বা চুল পড়ার মতো উপসর্গ থেকে যেতে পারে। আরও পড়ুন- রং ছাড়াই ৫ মিনিটে সহজে চুল করুন কালো, ব্যবহার করুন রান্নাঘরের এই উপাদান এই ভুল রিপোর্টের সমস্যা বেশি দেখা যায় নিরামিষভোজীদের মধ্যে, কারণ তাঁদের খাদ্যতালিকায় বি১২ কম থাকে। এছাড়া নিরামিষ খাবার, দুর্বল অন্ত্র বা পরিপাকের স্বাস্থ্য, দীর্ঘদিন অ্যাসিডিটি কমানো ওষুধ সেবন, ডায়াবেটিসের ওষুধ মেটফর্মিন ব্যবহার এবং বয়স ৪০ পেরোলেই বি১২ শোষণ কমে যাওয়ার কারণে প্রকৃত ঘাটতি থাকলেও পরীক্ষায় সব ঠিক দেখাতে পারে। ফলে মাঝে মাঝে রোগীরা উপসর্গ থাকা অবস্থায়ও ভুল ধারণায় থাকেন যে তাদের বি১২ স্বাভাবিক। আরও পড়ুন- ক্রিসমাস–নতুন বছরে রঙিন করে তুলুন ভ্রমণ, জেনে নিন কোনগুলো ভারতের সেরা তুষার-ঢাকা জায়গা রিপোর্ট যদি বিভ্রান্তিকর হতে পারে, তাহলে শরীরে সত্যিকারের বি১২ ঘাটতি কীভাবে ধরা যায়? বিশেষজ্ঞরা বলেন, আরও নির্ভরযোগ্য দুটি পরীক্ষা হল মিথাইলম্যালোনিক অ্যাসিড (MMA) এবং হোমোসিস্টেইন। শরীরে যথেষ্ট ভিটামিন বি১২ না থাকলে এই দুটি মার্কারের মান বেড়ে যায়। তাই কারও উপসর্গ থাকলেও যদি সাধারণ রক্ত পরীক্ষায় বি১২ স্বাভাবিক আসে, তাহলে এই দুটি পরীক্ষা প্রকৃত অবস্থাটা স্পষ্টভাবে দেখাতে পারে। আরও পড়ুন- ছেলে বা মেয়ের তুখোড় বুদ্ধি চান? এগুলো করান, হাতেনাতে ফল পাবেন এখন প্রশ্ন আসছে—ইনজেকশন কি সত্যিই ট্যাবলেটের থেকে বেশি কার্যকর? এর উত্তর ব্যক্তিভেদে ভিন্ন। ট্যাবলেট অন্ত্র দিয়ে শোষিত হয়, তাই গ্যাস্ট্রাইটিস, আইবিএস, অল্প অ্যাসিড, দীর্ঘদিন অ্যান্টাসিড বা পিপিআই গ্রহণ, মেটফর্মিন সেবন, অথবা বয়সজনিত কারণে যাদের শোষণ কমে গেছে, তাঁদের ক্ষেত্রে ট্যাবলেট যথেষ্ট কাজ না-ও করতে পারে। এই ধরনের রোগীর ক্ষেত্রে ইনজেকশন সরাসরি রক্তে পৌঁছে যায়, ফলে দ্রুত ঘাটতি পূরণ হয় এবং উপসর্গও দ্রুত কমে। আরও পড়ুন- পরিচয়সংকটে জেনারেশন জেড! কীভাবে পারবে বাঁচতে? তবে যাদের শোষণ ভালো, কোনো ওষুধের প্রভাব নেই, এবং বি১২ ঘাটতি একেবারে হালকা, তাদের ক্ষেত্রে ট্যাবলেটই যথেষ্ট কার্যকর হতে পারে। আবার গুরুতর স্নায়বিক উপসর্গ বা দীর্ঘমেয়াদি ঘাটতি থাকলে ইনজেকশন সাধারণত বেশি উপযোগী হিসেবে ধরা হয়। অনেক সময় মানুষ জানতে চান—শুধু খাবার খেয়ে কি বি১২ ঘাটতি সারানো যায়? আংশিকভাবে সম্ভব, তবে সবসময় নয়। হজমশক্তি ভালো রাখা, অপ্রয়োজনে অ্যাসিডিটি ওষুধ না খাওয়া, অতিরিক্ত মানসিক চাপ কমানো এবং খাদ্যতালিকায় দুধ, ডিম, দুগ্ধজাত এবং ফোর্টিফায়েড খাবার যোগ করলে বি১২ বজায় রাখতে সাহায্য করে। কিন্তু যাঁদের দীর্ঘমেয়াদি অন্ত্রের সমস্যা, কঠোর নিরামিষভোজন বা বয়সজনিত শোষণ সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে নিয়মিত সাপ্লিমেন্টেশন বা চিকিৎসক নির্দেশিত ইনজেকশন প্রয়োজন। সতর্কীকরণ এটি সাধারণ তথ্যভিত্তিক লেখা। কোনও চিকিৎসা শুরু করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
SIR: মৃত্যুহীন বুথ কমতে কমতে প্রায় ‘ভ্যানিশ’! কী ম্যাজিক কমিশনে
Voter List: সোমবার যে তথ্য প্রকাশ্যে এসেছিল তাতে দেখা যায়, রাজ্যে ২ হাজারের বেশি বুথে মেলেইনি মৃত ভোটার। এর মধ্যে রয়েছে ২২টি জেলা। আর সবার প্রথমে ছিল দক্ষিণ ২৪ পরগনা। সেই জেলার ৭৬০টি বুথে মেলেনি কোনও মৃত ভোটার। সেই সংখ্যা হু হু করে কমছে।
তৎকাল বুকিং-এ কালবাজারি রুখতে আরও একটি বড় পদক্ষেপ রেলের, নতুন নিয়মে বাড়বে স্বচ্ছতা?
তৎকাল টিকিট কাটায় দালাল চক্র এড়াতেই এই প্রচেষ্টা বলছে মন্ত্রক।
Rohit Sharma Record: করলেন মাত্র ১৪ রান, তা সত্ত্বেও 'ধামাকা' রেকর্ড গড়লেন রোহিত!
Abhijit Ganguly: প্রাথমিকে নিয়োগ পাওয়া ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি অবশেষে বহাল রইল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরি-বাতিলের রায় বুধবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের এই সিদ্ধান্তে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ডিভিশন বেঞ্চ বিবেচনা করে যে রায় দিয়েছে, সে ব্যাপারে আমার কিছু বলার নেই। তিনি এদিন বলেন, আজকের এই রায় নিয়ে আমার কোনও মতামত দেওয়ার অধিকার নেই।” “ডিভিশন বেঞ্চ যদি মনে করে, হ্যাঁ এভাবেই মানুষকে রক্ষা করতে হবে, তাহলে ডিভিশন ঠিকই করেছে বলব।” এরপরই প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ বলেন, “আমি ভেবেছিলাম যে দুর্নীতি যারা করেছে, চাকরি যেভাবে বিক্রি হয়েছিল, সেই পুরো সিস্টেমটাকেই আমি বিসর্জন দিতে চেয়েছিলাম। তবে ডিভিশন বেঞ্চ যেটা ভাল বুঝেছে তা করেছে।” আরও পড়ুন- বাংলায় ভূতের দৌরাত্ম্য? মৃত্যুতেও যেন ভোটে বাধা নেই! কমিশনের তালিকায় 'অমর' মানুষের দল প্রাথমিকে নিয়োগ পাওয়া ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি অবশেষে বহাল রইল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরি-বাতিলের রায় বুধবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিনের রায়ে বিচারপতিরা জানান, “দীর্ঘ ৯ বছর দায়িত্ব পালনের পর তাদের চাকরি বাতিল করা হলে তা শিক্ষক-শিক্ষিকা এবং তাঁদের পরিবারের ওপর গুরুতর বিরূপ প্রভাব ফেলবে।” এদিকে আজকের এই রায়কে ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন আইনজীবী তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, 'আজকের রায় প্রকৃতপক্ষে দুর্নীতিকেই প্রশ্রয় দিল'। আরও পড়ুন- Kolkata Metro: মেট্রো এখন আরও স্মার্ট, অনেক বেশি আধুনিক, বিশেষ উদ্যোগের প্রশংসা সর্বত্র ফলে প্রায় তিন বছর ধরে চলা অনিশ্চয়তার ইতি টেনে ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি বহাল রাখার নির্দেশ দিল আদালত। এদিনের রায় প্রসঙ্গে আইনজীবী তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এর রায় বাঞ্ছনীয় নয়, এই রায় প্রকৃতপক্ষে দুর্নীতিকেই প্রশ্রয় দিল। এই রায়ের ফলে রাজ্য সরকারে যারা দুর্নীতি করেছেন তারা আরও উৎসাহিত হবেন। একটা বার্তা তাদের কাছে পৌঁছাবে দুর্নীতি করেও পার পাওয়া যায়। আজকের রায়ে মানবিক দিক থেকে বিবেচনা করেছেন বিচাপতিরা, যারা যোগ্য হয়েও চাকরি পান নি সেদিকটা উপেক্ষিত রয়েই গেল। তিনি আরও বলেন, চাকরি প্রার্থীরা ঠিক করবে ভবিষ্যতে সুপ্রিম কোর্টে যাবে কিনা না। তবে এটা ঠিক একটা অস্থিরতা থেকে বাঁচল সরকার। রায় যারা মানবে না তারা সুপ্রিম কোর্টে যাবেন। দুর্নীতি মামলায় তদন্ত চললেও আজকের রায়ে তারা বল পাবে। আজকের এই রায়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হল। দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। আরও পড়ুন- West Bengal SIR 2025: ভয়ঙ্কর কান্ড! 'বাংলাদেশি বউমা'র বিররুদ্ধে বিডিও-র দ্বারস্থ শ্বশুর, তুমুল চাঞ্চল্য বীরভূমে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় ঘোষণার পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ‘এক্স’–এ লেখেন, “ডিভিশন বেঞ্চের রায় প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন। সিঙ্গল বেঞ্চের রায় বাতিল হয়েছে। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত। শিক্ষকদেরও শুভেচ্ছা। সত্যের জয় হল।” এদিন বিচারপতিরা মন্তব্য করেন,“এই ৩২ হাজার শিক্ষক বহু বছর ধরে কাজ করছেন। তাদের পরিবার–পরিজনের কথা বিবেচনা করেই আদালত চাকরি বাতিল করছে না।” এই রায়ের প্রতিক্রিয়ায়, বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বিচারপতি গঙ্গোপাধ্যায় সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কোনও সরকারি নিয়োগ পরীক্ষা স্বচ্ছভাবে হয়নি। পুলিশের নিয়োগ পরীক্ষা থেকেও ওএমআর শিটের কপি দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কয়েকটি “বিচ্ছিন্ন ভুল, অপরাধ বা গাফিলতি” দেখিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। তাঁর দাবি,“স্বচ্ছ পদ্ধতিতেই আমরা নিয়োগ করি। কিছু ভুল-ত্রুটি হয়েছে, সরকার তা সংশোধনে উদ্যোগী। যোগ্য প্রার্থীরা যাতে দ্রুত চাকরি পান, তার প্রচেষ্টা চলছে।” তিনি আরও বলেন, এই কয়েকটি ঘটনা থেকে রাজনৈতিক ইস্যু তৈরি করা হচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। আরও পড়ুন- West Bengal Weather Update: বাংলায় ঝাঁপিয়ে আসছে তীব্র শীত! আগামী ৭২ ঘণ্টায় থরথরিয়ে কাঁপবে দক্ষিণবঙ্গ আজকের এই রায়ের পর মুখ্যমন্ত্রী বলেন, মানবিক দিক থেকে বিষয়টা দেখা হয়েছে, তাতে আমি খুশি। কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া... চাকরি দেওয়া দরকার। চাকরি খেয়ে নেওয়ার পক্ষে রাজ্য সরকার নয়। আমি আজকের রায়ে খুশি।
‘হিরো ওয়ারশিপ’, কেবলই অন্ধ আবেগ?
ছুটে গিয়ে হিরোর পা ধরার মধ্যে না আছে পুণ্য, না আছে গৌরব।
Toothpicks: বিপদ কি লুকিয়ে আছে দাঁতের ফাঁকে? টুথপিক ব্যবহারের অভ্যাস কখন ডেকে আনে গুরুতর সমস্যা
রেস্তোরাঁ থেকে শুরু করে ঘরোয়া খাওয়াদাওয়া, দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের কণা সরাতে টুথপিক (Toothpicks) প্রায়শই হয় আমাদের ভরসা। এক ঝলকে এই অভ্যাসটিকে স্বাভাবিক মনে হলেও, বিশেষজ্ঞরা কিন্তু সতর্ক করছেন।
Margashirsha Purnima 2025 :আসছে বছরের শেষ মাহেন্দ্রক্ষণ, মার্গশীর্ষ পূর্ণিমা বা অগ্রায়ণ পূর্ণিমা। এই বিশেষ পূর্ণিমায় ঘটছে শুভ গজকেশরী রাজযোগ, যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত সৌভাগ্যবর্ধক বলে বিবেচিত। বিশ্বাস করা হয়, এই দিনে সঠিক নিয়মে পুজো-অর্চনা করলে মনোবাসনা পূরণ হয় এবং ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। হিন্দু ধর্মে প্রতিটি পূর্ণিমারই ভিন্ন ভিন্ন তাৎপর্য রয়েছে। তার মধ্যেই মার্গশীর্ষ পূর্ণিমা অন্যতম পবিত্র দিন। এই তিথিতে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়।শাস্ত্রমতে, এই দিনে স্নান, দান ও জপ-ধ্যান করলে পুণ্যফল বহুগুণে বৃদ্ধি পায়। ভোরবেলা পবিত্র স্নান, বাড়ি ও গৃহমন্দির পরিষ্কার রাখা এবং ভগবান কৃষ্ণের নামস্মরণে বিশেষ উপকার মেলে বলে পুরাণে উল্লেখ রয়েছে। গজকেশরী রাজযোগের প্রভাবে এই পূর্ণিমা আরও শুভ হয়ে উঠেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিনে পূজো-পাঠ করলে আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং গৃহস্থ জীবনে শান্তি আসে বলে বিশ্বাস করা হয়। সনাতন ধর্মে পূর্ণিমা তিথিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের বিশেষ সুযোগ থাকে। ইতিমধ্যেই শুরু হয়েছে ২০২৫ সালের শেষ মাস ডিসেম্বর, আর বছরের শেষ পূর্ণিমা, মার্গশীর্ষ পূর্ণিমা এই মাসেই পালিত হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই তিথিতে আধ্যাত্মিক সাধনা ও ভক্তিভাব নিয়ে পূজা করলে জীবনে শান্তি, সমৃদ্ধি এবং অমীমাংসিত কাজের সমাধান আসে বলে মনে করা হয়। মার্গশীর্ষ পূর্ণিমা ২০২৫: তারিখ ও সময় বৈদিক পঞ্জিকা অনুসারে, এই বছরের শেষ পূর্ণিমা উদযাপিত হবে ৪ ডিসেম্বর। পূর্ণিমা তিথি শুরু হবে ৪ ডিসেম্বর সকাল ৮টা ৩৭ মিনিটে এবং শেষ হবে ৫ ডিসেম্বর ভোর ৪টা ৪৩ মিনিটে। এই দিনে ব্রহ্মমুহূর্ত থাকবে ভোর ৮টা ১৯ মিনিট থেকে ৮ টা ৫৮ মিনিট পর্যন্ত। এই শুভ সময়ে পূজা-অর্চনা করলে বিশেষ ফল লাভ হয়। মার্গশীর্ষ পূর্ণিমায় দানের গুরুত্ব সনাতন ধর্মে পূর্ণিমার দিনে দান-ধ্যানকে অত্যন্ত পুণ্যফলপ্রদ বলে মনে করা হয়। বিশ্বাস অনুযায়ী, মার্গশীর্ষ পূর্ণিমায় নির্দিষ্ট কিছু জিনিস দান করলে জীবনে অভাব দূর হয় এবং ধন-সম্পদের বৃদ্ধি ঘটে। বিশেষত পূজা শেষ করে দান করলে দেবী লক্ষ্মীর কৃপা সহজে অর্জিত হয় বলে মত প্রচলিত। এই জিনিসগুলো দান করলে মিলবে শুভ ফল পূর্ণিমার দিনে গুড় দান করা অত্যন্ত শুভ বলে ধরা হয়। ধর্মীয় বিশ্বাসে বলা হয়েছে, মন্দিরে অথবা দরিদ্রদের গুড় দান করলে আর্থিক সংকট কাটে এবং সম্পর্কের মাধুর্য বৃদ্ধি পায়। এই ভুলগুলো একেবারেই করবেন না ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, মার্গশীর্ষ পূর্ণিমার দিনে কিছু বিষয় কঠোরভাবে মানা উচিত— ঘর ও গৃহমন্দির পরিষ্কার রাখা আবশ্যক, কারণ দেবী লক্ষ্মী পরিচ্ছন্ন স্থানে বাস করেন। এই দিনে আমিষ খাবার পরিহার করা উচিত। পূজার সময় কালো পোশাক পরা নিষিদ্ধ। ভগবান বিষ্ণুর মন্ত্র জপের বিশেষ গুরুত্ব মার্গশীর্ষ পূর্ণিমায় ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করলে বিশেষ পুণ্য লাভ হয়। আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে প্রতিদিন মাত্র ৪৫ টাকা বিনিয়োগে পরিবারের জন্য গড়ে তুলুন ২৫ লক্ষ টাকা বিরাট তহবিল, এই পলিসি আপনাকে 'রাজা' করবে
‘অ্যাংরি ওম্যান’জয়ার মন্তব্যে অপমানিত! বচ্চন পরিবারকে বয়কটের ডাক পাপারাজ্জিদের
'বচ্চন পরিবারকে বয়কট করা হোক'! কেন দাবি তুললেন মুম্বইয়ের ছবিশিকারিরা?
Putin India Security: সুরক্ষার জন্য নিজের ‘দুর্গ’ নিয়ে ভারতে আসছেন পুতিন!
দুদিনের ভারত সফরে রুশ প্রেসিডেন্ট পুতিন। 'বিশেষ বন্ধু' নরেন্দ্র মোদীর আমন্ত্রণে যোগ দেবেন ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে। বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে নামার পর থেকেই ঠাসা কর্মসূচি। এই ঐতিহাসিক সফরে পুতিনকে ঘিরে সর্বক্ষণ থাকবেন তাঁর ৫০ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। যাঁরা প্রত্যেকেই রাশিয়ার 'ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস' বা FSO-র সদস্য। যাঁদের সবরকম প্রতিকূলতার সঙ্গে লড়তে সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠাণ্ডায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
Kolkata High Court on Primary Teacher: প্রাথমিকে নিয়োগ পাওয়া ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি অবশেষে বহাল রইল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরি-বাতিলের রায় বুধবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিনের রায়ে বিচারপতিরা জানান, “দীর্ঘ ৯ বছর দায়িত্ব পালনের পর তাদের চাকরি বাতিল করা হলে তা শিক্ষক-শিক্ষিকা এবং তাঁদের পরিবারের ওপর গুরুতর বিরূপ প্রভাব ফেলবে।” 'চাকরি খাওয়ার পক্ষে রাজ্য সরকার নয়, ৩২ হাজারের চাকরি বহাল রাখার রায় ঘোষণা হতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী ফলে প্রায় তিন বছর ধরে চলা অনিশ্চয়তার ইতি টেনে ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি বহাল রাখার নির্দেশ দিল আদালত। এদিনের রায় প্রসঙ্গে আইনজীবী তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এর রায় বাঞ্ছনীয় নয়, এই রায় প্রকৃতপক্ষে দুর্নীতিকেই প্রশ্রয় দিল। এই রায়ের ফলে রাজ্য সরকারে যারা দুর্নীতি করেছেন তারা আরও উৎসাহিত হবেন। একটা বার্তা তাদের কাছে পৌঁছাবে দুর্নীতি করেও পার পাওয়া যায়। আজকের রায়ে মানবিক দিক থেকে বিবেচনা করেছেন বিচাপতিরা, যারা যোগ্য হয়েও চাকরি পান নি সেদিকটা উপেক্ষিত রয়েই গেল। তিনি আরও বলেন, চাকরি প্রার্থীরা ঠিক করবে ভবিষ্যতে সুপ্রিম কোর্টে যাবে কিনা না। তবে এটা ঠিক একটা অস্থিরতা থেকে বাঁচল সরকার। রায় যারা মানবে না তারা সুপ্রিম কোর্টে যাবেন। দুর্নীতি মামলায় তদন্ত চললেও আজকের রায়ে তারা বল পাবে। আজকের এই রায়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হল। দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আদালতের ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের সিঙ্গল বেঞ্চের রায় সম্পূর্ণভাবে খারিজ করে দিল। এর ফলে বড়সড় স্বস্তিতে চাকরিরত ৩২ হাজার প্রাথমিক শিক্ষক। উল্লেখ্য, ২০১৪ সালের ‘ক্যাশ ফর জবস’ নিয়োগ কেলেঙ্কারি-র অভিযোগের ভিত্তিতে সিঙ্গল বেঞ্চ ২০২৩ সালে টেট–পাস প্রাথমিক শিক্ষকদের নিয়োগ বাতিলের নির্দেশ দেয়। সেই আদেশের বিরুদ্ধেই ছিল এই মামলার শুনানি। 'সঞ্চার সাথী' অ্যাপ নিয়ে বিতর্ক চরমে! শেষমেষ কী বললেন যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া? উল্লেখ্য, ২০১৪ সালে অনুষ্ঠিত টেট পরীক্ষায় প্রায় ১.২৫ লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং মোট ৪২,৯৪৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। অভিযোগ ছিল, এই নিয়োগের মধ্যে ৩২ হাজার শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় ঘোষণার পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ‘এক্স’–এ লেখেন, “ডিভিশন বেঞ্চের রায় প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন। সিঙ্গল বেঞ্চের রায় বাতিল হয়েছে। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত। শিক্ষকদেরও শুভেচ্ছা। সত্যের জয় হল।” কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়ে দিল, ৩২ হাজার প্রাথমিক শিক্ষক তাদের চাকরিতে বহাল থাকবেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নিয়োগ বাতিলের রায় খারিজ করে এই সিদ্ধান্ত জানায় আদালত। বেঞ্চের পর্যবেক্ষণ, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হলেও এত বিপুল সংখ্যক কর্মীর চাকরি একসঙ্গে বাতিল করা হলে তাদের পরিবার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিন বিচারপতিরা মন্তব্য করেন,“এই ৩২ হাজার শিক্ষক বহু বছর ধরে কাজ করছেন। তাদের পরিবার–পরিজনের কথা বিবেচনা করেই আদালত চাকরি বাতিল করছে না।” Meesho IPO–তে SBI Mutual Fundকে বড়সড় বরাদ্দ, সিদ্ধান্তে ক্ষুব্ধ একাধিক বড় বিনিয়োগকারী ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টে আইনি লড়াই রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রায়ের বিরুদ্ধে যায় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ নিয়োগ বাতিলের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন, তবে নতুন প্যানেল তৈরির প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেন। পরে রাজ্য সরকার ও পর্ষদ সুপ্রিম কোর্টে জানায়, সব পক্ষকে নিজেদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। শীর্ষ আদালত বিষয়টি ফের হাই কোর্টে ফেরত পাঠিয়ে দেয় এবং ডিভিশন বেঞ্চকে সমস্ত পক্ষের বক্তব্য শুনে চূড়ান্ত রায় দেওয়ার নির্দেশ দেয়। এরপর মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তী নেতৃত্বাধীন বেঞ্চে আসে। আজ সেই বেঞ্চের রায়েই ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকল। এই রায়ের প্রতিক্রিয়ায়, বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বিচারপতি গঙ্গোপাধ্যায় সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কোনও সরকারি নিয়োগ পরীক্ষা স্বচ্ছভাবে হয়নি। পুলিশের নিয়োগ পরীক্ষা থেকেও ওএমআর শিটের কপি দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কয়েকটি “বিচ্ছিন্ন ভুল, অপরাধ বা গাফিলতি” দেখিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। তাঁর দাবি,“স্বচ্ছ পদ্ধতিতেই আমরা নিয়োগ করি। কিছু ভুল-ত্রুটি হয়েছে, সরকার তা সংশোধনে উদ্যোগী। যোগ্য প্রার্থীরা যাতে দ্রুত চাকরি পান, তার প্রচেষ্টা চলছে।” তিনি আরও বলেন, এই কয়েকটি ঘটনা থেকে রাজনৈতিক ইস্যু তৈরি করা হচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। আজকের এই রায়ের পর মুখ্যমন্ত্রী বলেন, মানবিক দিক থেকে বিষয়টা দেখা হয়েছে, তাতে আমি খুশি। কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া... চাকরি দেওয়া দরকার। চাকরি খেয়ে নেওয়ার পক্ষে রাজ্য সরকার নয়। আমি আজকের রায়ে খুশি। CV Ananda Bose: অশান্তির আশঙ্কা থাকলে গ্রেফতার করা হোক হুমায়ুন কবীরকে, রাজ্যকে পরামর্শ রাজ্যপালের
Top 5 Breaking News Bengal: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আদালতের ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের সিঙ্গল বেঞ্চের রায় সম্পূর্ণভাবে খারিজ করে দিল। এর ফলে বড়সড় স্বস্তিতে চাকরিরত ৩২ হাজার প্রাথমিক শিক্ষক। উল্লেখ্য, ২০১৪ সালের ‘ক্যাশ ফর জবস’ নিয়োগ কেলেঙ্কারি-র অভিযোগের ভিত্তিতে সিঙ্গল বেঞ্চ ২০২৩ সালে টেট–পাস প্রাথমিক শিক্ষকদের নিয়োগ বাতিলের নির্দেশ দেয়। সেই আদেশের বিরুদ্ধেই ছিল এই মামলার শুনানি। Ghost Voters: বাংলায় ভূতের দৌরাত্ম্য? মৃত্যুতেও যেন ভোটে বাধা নেই! কমিশনের তালিকায় 'অমর' মানুষের দল বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বিশেষ আলোচনা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা জয়ে দিলেন বিরাট ম্যান্ডেট। পাশাপাশি SIR নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার মাঝেই বুধবার সংসদ ভবনে রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন যে SIR হল একটি ‘শুদ্ধিকরণ প্রক্রিয়া’ এবং এই প্রক্রিা স্বচ্ছভাবে হওয়াই উচিত। প্রধানমন্ত্রী জানান, সাধারণ মানুষের মধ্যেও এই বার্তা পরিষ্কারভাবে পৌঁছানো প্রয়োজন, যাতে অযথা কোনও ভুল বোঝাবুঝি না তৈরি হয়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী সাংসদদের বলেন, “SIR-এর মূল উদ্দেশ্য হলো যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং যারা অযোগ্য, তাদের নাম বাদ দেওয়া। এটিকে জটিল করে তোলার কোনও প্রয়োজন নেই।” West Bengal Weather Update: বাংলায় ঝাঁপিয়ে আসছে তীব্র শীত! আগামী ৭২ ঘণ্টায় থরথরিয়ে কাঁপবে দক্ষিণবঙ্গ মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে কেন্দ্র করে নড়েচড়ে বসল রাজভবন। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে হুমায়ুন কবীরকে আগাম গ্রেপ্তারের পরামর্শ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারকে লিখিতভাবে জানিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) চলাকালীন আবারও 'বিস্ফোরক' অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস প্রশাসনের একাংশের সঙ্গে হাত মিলিয়ে বুথ লেভেল অফিসারদের (BLO) ওপর চাপ তৈরি করছে, যাতে মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে না বাদ দেওয়া হয়। শীতের দাপট আরও বাড়ার আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। কলকাতায়ও পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফলে শহরবাসীকে প্রস্তুত থাকতে হবে আরও তীব্র শীতের জন্য। যদিও উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে হাওয়া অফিস। Kolkata Metro: মেট্রো এখন আরও স্মার্ট, অনেক বেশি আধুনিক, বিশেষ উদ্যোগের প্রশংসা সর্বত্র
বনগাঁয় নগর সংকীর্তনে বেরিয়ে বিপত্তি! জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যু বৃদ্ধার
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জয় গুপ্তার চোটে চিন্তায় ইস্টবেঙ্গল, তবু সুপার কাপের সেমিতে জয় নিয়ে আত্মবিশ্বাসী ব্রুজো
৩৫ দিন পর ট্রফিজয়ের যুদ্ধে নামতে চলেছে লাল-হলুদ।
তুঙ্গে হেমন্তের জোটবদলের জল্পনা, কোন শর্তে বিজেপির হাত ধরতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী?
কেন্দ্রে মন্ত্রী হচ্ছেন কল্পনা?
বিতর্কেই লক্ষ্মীলাভ! বিরোধীদের আপত্তি উড়িয়ে ১০ গুণ বাড়ল সঞ্চার সাথী অ্যাপের ডাউনলোড
দেশের অন্তত দেড় কোটি মানুষের ফোনে ডাউনলোড করা হয়েছে সঞ্চার সাথী অ্যাপ।
Indigo Airlines |যাত্রী পরিষেবায় বিপর্যয়! এক ধাক্কায় ৮৫টি বিমান বাতিল করল ইন্ডিগো! কারণটা কী?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইন্ডিগো (Indigo Airlines) বিমান সংস্থার একের পর এক বিমান বাতিলের ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ল মুম্বই ও দিল্লি বিমানবন্দরে। জানা গেছে, কারিগরি সমস্যার কারণে দিল্লি বিমানবন্দর থেকে ৩৮টি ও মুম্বইতে ৩৩টি সব মিলিয়ে অন্তত ৮৫টি বিমান বাতিল করা হয়েছে। আর এর জেরে সমস্যায় পড়েন হাজার হাজার যাত্রী। বিমানবন্দরগুলোতে রীতিমতো অরাজক পরিস্থিতি […] The post Indigo Airlines | যাত্রী পরিষেবায় বিপর্যয়! এক ধাক্কায় ৮৫টি বিমান বাতিল করল ইন্ডিগো! কারণটা কী? appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বুধবার প্রকাশ্যে এল এই মেগা ইভেন্টের জার্সি। রায়পুরে ভারতের ইনিংস শেষে একটি ছোট্ট অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার জার্সি উন্মোচিত হয়। ভারতের নীল জার্সির উদ্বোধন করলেন প্রাক্তন অধিনায়ক তথা আসন্ন বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত শর্মা। সঙ্গে ছিলেন তিলক বর্মা ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এবারে ভারতের জার্সিটির ডিজাইনে কিছুটা […] The post Rohit Sharma | টি-২০ বিশ্বকাপে ভারতের জার্সির উন্মোচন রোহিতের, মেগা ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ‘হিটম্যান’ appeared first on Uttarbanga Sambad .
Cooch Behar |রসিকবিল মুখরিত পাখিদের কলতানে
বক্সিরহাট: শীতের শুরুতেই কোচবিহারের রসিকবিলে হাজির হয়েছে ভিনদেশি অতিথিরা। ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি উড়ে বেড়াচ্ছে বিলের ওপর আকাশে। জলাশয়ের ধারে কান পাতলেই ভেসে আসছে তাদের কলতান। সুদূর সাইবেরিয়া, মঙ্গোলিয়া থেকে গ্রে হেডেড ল্যাপউইং, লেজার হুইসলিং ডাক, ব্ল্যাক হেডেড আইবিস, ইনটেল, মালার্টের মতো পাখিরা এখানে এসেছে। তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে এখানকার ডাহুক, পানকৌড়িদের। বিভিন্ন প্রজাতির […] The post Cooch Behar | রসিকবিল মুখরিত পাখিদের কলতানে appeared first on Uttarbanga Sambad .
Cooch Behar |‘জঞ্জালমুক্ত’ গ্রাম পঞ্চায়েতে জঞ্জালের পাহাড়
নয়ারহাট: ‘জঞ্জালমুক্ত’ গ্রাম পঞ্চায়েতে জমে রয়েছে পাহাড় সমান জঞ্জাল! গত ৩১ অক্টোবর কোচবিহার জেলা পরিষদের তরফে মাথাভাঙ্গা-১ ব্লকের নয়ারহাটকে জঞ্জালমুক্ত গ্রাম পঞ্চায়েত হিসাবে ঘোষণা করা হয়। গ্রাম পঞ্চায়েতের পরিচ্ছন্নতা ও স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা দেখে জেলা পরিষদের তরফে এই স্বীকৃতি দেওয়া হয়। তবে বাস্তবের ছবিটা কিন্তু একেবারেই অন্যরকম। গত ছ’মাস ধরে আবর্জনা জমে রয়েছে সুটুঙ্গা নদীর […] The post Cooch Behar | ‘জঞ্জালমুক্ত’ গ্রাম পঞ্চায়েতে জঞ্জালের পাহাড় appeared first on Uttarbanga Sambad .
Cooch Behar |পদ্মের বৈঠকে গোয়েন্দা পাঠানোর নিদান তৃণমূলের
কোচবিহার: বিভিন্ন জায়গায় বিজেপির গোপন বৈঠকে দলীয় ‘গোয়েন্দা’ রাখার নির্দেশ দিলেন উদয়ন গুহ। সেখানে কী আলোচনা হচ্ছে তা ‘দাওয়াই’ দিয়ে বের করে নিয়ে আসার কথা বলে ফের বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহারের রবীন্দ্র ভবনে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে উদয়ন বলেন, ‘ওরা ঘর বন্ধ করে বিভিন্ন জায়গায় বৈঠক করছে। ঘরের পাশে […] The post Cooch Behar | পদ্মের বৈঠকে গোয়েন্দা পাঠানোর নিদান তৃণমূলের appeared first on Uttarbanga Sambad .
Cooch Behar |প্রস্তুতি সভায় অনুপস্থিত রবি-পার্থ
কোচবিহার,: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি বৈঠকে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় অনুপস্থিত থাকলেন। ৯ ডিসেম্বর রাসমেলা মাঠে তৃণমূল সুপ্রিমোর জনসভা করার কথা। মঙ্গলবার রবীন্দ্র ভবনে তার প্রস্তুতি বৈঠক হয়। সেখানে দলের জেলা থেকে শুরু করে অঞ্চল স্তরের নেতারা অংশ নেন। কোন এলাকা থেকে কীভাবে কতজন কর্মী জনসভায় অংশ নেবেন তার […] The post Cooch Behar | প্রস্তুতি সভায় অনুপস্থিত রবি-পার্থ appeared first on Uttarbanga Sambad .
দেশজুড়ে ২০০ ফ্লাইট বাতিল, মাত্র ৩৫ শতাংশ বিমান সময়ে, মহাবিপর্যয়ের মুখে ইন্ডিগো, কেন?
ইতিমধ্যেই পরিষেবা বিঘ্নিত হওয়ার জন্য ক্ষমা চেয়েছে দেশের সবচেয়ে বড় বিমানসংস্থা।
স্নাইপার থেকে AI, পুতিনের ভারত সফরে পাঁচস্তরীয় নিরাপত্তাবলয়, আর কী কী থাকছে?
বৃহস্পতিবার ভারতে পা রাখছেন পুতিন।
Milk For Weight Loss: ওজন বাড়ছে? দুধের সাহায্যেই কমিয়ে ফেলুন, জানুন কী করবেন
Milk For Weight Loss: দুধ একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য, যা শৈশব থেকেই আমাদের প্রতিদিনের খাদ্যের তালিকায় থাকে। কিন্তু দুধ কি সত্যিই ওজন কমাতে সাহায্য করতে পারে—এই প্রশ্ন অনেকেরই মনে থাকে। দুধের ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি ও বিভিন্ন মিনারেল শরীরকে যেভাবে প্রভাবিত করে, তা বুঝলে এর উত্তর স্পষ্ট হয়। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক উপায়ে দুধ খেলে এটি পেশীশক্তি বৃদ্ধি করে এবং শরীরের চর্বি কমাতে সাহায্য করতে পারে। কারণ দুধে থাকা পুষ্টিগুণ শুধু শরীরকে শক্তিশালী করেই না, বরং হরমোনের ভারসাম্য ঠিক রেখে বিপাকক্রিয়াকে সক্রিয় রাখে। দুধে দুটি প্রধান প্রোটিন থাকে—হুই প্রোটিন এবং কেসিন প্রোটিন। হুই প্রোটিন খুব দ্রুত হজম হয় এবং মাত্র ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যেই শরীরে শোষিত হয়ে যায়। তাই ব্যায়ামের পরে এটি শরীরকে দ্রুত শক্তি ফেরাতে, ক্ষয় হওয়া স্নায়ু পুনর্গঠনে এবং পেশীর বৃদ্ধিতে সাহায্য করে। হুই প্রোটিন শরীরে অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে ও পেশীর ক্ষয় রোধ করে। পেশী যত মজবুত হবে, শরীরের ক্যালরি বার্ন তত দ্রুত হবে, ফলে ওজন কমার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। আরও পড়ুন- রং ছাড়াই ৫ মিনিটে সহজে চুল করুন কালো, ব্যবহার করুন রান্নাঘরের এই উপাদান অন্যদিকে কেসিন প্রোটিন ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় ধরে অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। যাঁরা রাতে ঘুমানোর আগে দুধ খান, তাঁরা দীর্ঘক্ষণ পেট ভরা অনুভব করেন। ফলে রাতের অতিরিক্ত ক্ষুধা বা হালকা খাবারের অভ্যাস কমে যায়। কেসিন প্রোটিন স্নায়ু মজবুত করতে, পেশী পুনর্গঠনে ও শরীরকে দীর্ঘক্ষণ শক্তিশালী রাখতে বিশেষ ভূমিকা নেয়। কেসিন প্রোটিনের এই ’স্লো রিলিজ’ বৈশিষ্ট্য ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক। আরও পড়ুন- ক্রিসমাস–নতুন বছরে রঙিন করে তুলুন ভ্রমণ, জেনে নিন কোনগুলো ভারতের সেরা তুষার-ঢাকা জায়গা দুধে উচ্চমাত্রায় ক্যালসিয়াম থাকে, যা শরীরে চর্বি সঞ্চয়কারী হরমোন কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, ক্যালসিয়াম শরীরকে বেশি চর্বি বার্ন করতে উদ্দীপিত করতে পারে। ফলে নিয়মিত দুধ খেলে শরীরের মেটাবলিজম বাড়ে এবং চর্বির স্তর ধীরে ধীরে কমে। শুধু তাই নয়, দুধের ক্যালসিয়াম মজবুত হাড়, দাঁত এবং কোষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি, যা সামগ্রিক শারীরিক কার্যকারিতাকে উন্নত করে। আরও পড়ুন- ছেলে বা মেয়ের তুখোড় বুদ্ধি চান? এগুলো করান, হাতেনাতে ফল পাবেন কীভাবে ওজন কমায়? দুধে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিংক, ভিটামিন এ, বি১২ ও ভিটামিন ডি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে। হরমোনের ভারসাম্য ঠিক থাকলে ওজন কমানো আরও সহজ হয়। বিশেষ করে ভিটামিন ডি চর্বি কোষ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরও পড়ুন- পরিচয়সংকটে জেনারেশন জেড! কীভাবে পারবে বাঁচতে? দুধে থাকা প্রোবায়োটিকস পাচনতন্ত্র ভালো রাখে, যা খাবার দ্রুত হজম করতে সহায়তা করে এবং পেট ফাঁপা কমায়। পেট ফাঁপা কমলে ওজন স্বাভাবিকভাবেই কমতে দেখা যায়।
সর্দি-কাশিতে ভুগছেন? চটজলদি সুস্থ হতে তিব্বতি সুপ খেয়ে ফেলুন
অনেকেই আলমারি থেকে গরম পোশাক নামিয়ে গায়ে পরে ফেলেছেন। জ্যাকেট, সোয়েটার, মাফলার সবই নেমে পড়েছে বাক্স থেকে। কেননা, এই সিজন চেঞ্জের সময় ঝটপট ঠান্ডা লেগে যাচ্ছে। তাই এই সময়টা যদি সুপ খাওয়া যায়, তাহলে কিন্তু শরীরও ভাল থাকবে।
‘কত টাকা চাই?’, ধর্মেন্দ্রর অস্থি বিসর্জনের মুহূর্ত লেন্সবন্দি করায় ধমক সানি দেওলের
হরিদ্বারের ঘাটে কী এমন ঘটল, যার জন্যে মেজাজ হারালেন অভিনেতা?

16 C