Weather Update |কমছে তাপমাত্রা, বঙ্গে জাঁকিয়ে শীত কবে? জেনে নিন ওয়েদার আপডেট…
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বদল হচ্ছে আবহাওয়ার (Weather Update)। সপ্তাহের শেষে যে পারদ পতন হতে পারে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেইমতো ক্রমশ পারদ পতন হচ্ছে বঙ্গে। আগামী দু’দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানাল আবহাওয়া দপ্তর। এ বছর দেশে শীতকাল যে দীর্ঘমেয়াদি হওয়ার সম্ভাবনা রয়েছে, সে কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই মতো নভেম্বর […] The post Weather Update | কমছে তাপমাত্রা, বঙ্গে জাঁকিয়ে শীত কবে? জেনে নিন ওয়েদার আপডেট… appeared first on Uttarbanga Sambad .
নয়াদিল্লি: মহিলাদের বিশ্বজয়ের আনন্দে এখনও মাতোয়ারা গোটা দেশ। শুক্রবার নিজের শহরে ফিরলেন আমনজ্যোৎ কাউর, হার্লিন দেওল। ভারতের বিশ্বকাপজয়ীদের ঘিরে উন্মাদনার জোয়ারে ভাসল চণ্ডীগড় বিমানবন্দর। ঢোলের তালে, ফুলে-মালায় রীতিমতো উৎসবের মেজাজে বিশ্ব চ্যাম্পিয়ন দুই ক্রিকেটারকে বরণ করে নেওয়া হয়। এমন অভ্যর্থনায় আপ্লুত আমনজ্যোৎ। বলেছেন, ‘বিশ্বকাপ জয়ের এই সাফল্য গোটা দেশের, গোটা পঞ্জাবের। অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারানোর পর […] The post Maharashtra govt announces financial reward | মান্ধানাদের ২.৫ কোটি আর্থিক পুরস্কার ঘোষণা মহারাষ্ট্র সরকারের, জয় শা-র উদ্যোগে পদক পেলেন প্রতীকা appeared first on Uttarbanga Sambad .
Gold, silver prices today, November 8 Gold Prices | Gold Price Today : বিয়ের মরশুম শুরু হতেই সোনার কেনাকাটায় জোয়ার এসেছে। বাজারজুড়ে চলছে দেদার সোনার গয়না কেনা-বেচা। তবে ২২ ক্যারেট সোনার দাম অনেক আগেই লাখ টাকার গণ্ডি পেরিয়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের বাজেটে বেশ চাপ পড়েছে। এর মধ্যেই অবশেষে স্বস্তির খবর—উইকএন্ডে কমেছে সোনার দাম। শনিবার, ৮ নভেম্বর ফের হুড়মুড়িয়ে নেমে এসেছে সোনার দর, যা বিয়ের মরশুমে ক্রেতাদের মুখে কিছুটা হলেও হাসি ফিরিয়েছে। আজ শনিবার দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ ১,২২,১৬০ টাকা, যা আগের দিনের তুলনায় সামান্য কম। কম দামের ফলে সোনা কেনায় মানুষের আগ্রহ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,১১,৯৯০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৯১,৬৬০ টাকা। মুম্বইয়েও একই ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। সেখানে ২৪ ক্যারেট সোনার দাম ১,২২,০১০ টাকা, ২২ ক্যারেটের দাম ১,১১,৮৪০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৯১,৫১০ টাকা প্রতি ১০ গ্রাম। চেন্নাইয়ে আজ ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ১,২২,৯৪০ টাকায়, ২২ ক্যারেট সোনা ১,১২,৬৯০ টাকায় এবং ১৮ ক্যারেট সোনা ৯৩,৯৯০ টাকায়। কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দাম ১,২২,০১০ টাকা, ২২ ক্যারেট সোনা ১,১১,৮৪০ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ৯১,৫১০ টাকা প্রতি ১০ গ্রাম। আহমেদাবাদে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ১,২২,০৬০ টাকায়, আর ২২ ক্যারেট সোনা ১,১১,৮৯০ টাকায়। একইভাবে লখনউতেও আজ ২৪ ক্যারেট সোনা ১,২২,১৬০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,১১,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পাটনা ও হায়দ্রাবাদেও দাম প্রায় একই রকম রয়েছে। পাটনায় ২৪ ক্যারেট সোনার দাম ১,২২,০৬০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ১,১১,৮৯০ টাকা। হায়দ্রাবাদে আজ ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ১,২২,০১০ টাকায়, ২২ ক্যারেট ১,১১,৮৪০ টাকায় এবং ১৮ ক্যারেট সোনা ৯১,৫১০ টাকায়। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে সোনা ও রূপা উভয় ধাতুই অত্যন্ত মূল্যবান। যে কোন শুভ অনুষ্ঠান উপলক্ষে সোনা কেনা ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। উৎসবের সময় দাম বাড়লেও ক্রেতাদের আগ্রহ তাতে কমে না। তবে, গত কয়েকদিন ধরে সোনা ও রূপার বাজারে ওঠানামা চলছে। অনেক বিনিয়োগকারী এখন দামের আরও পতনের অপেক্ষায় রয়েছেন, যাতে তারা এই নিরাপদ বিনিয়োগ বিকল্পে বড় অঙ্কের বিনিয়োগ করতে পারেন। এদিকে আজ সোনার পাশাপাশি রূপার দামও কিছুটা কমেছে। বর্তমানে দেশের বাজারে রুপোর দাম প্রতি কিলোগ্রামে প্রায় ১,৫২,৪০০টাকার বিক্রি হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক শহর ভিত্তিক আজ রূপার দর- দিল্লি: প্রতি ১০ গ্রামের দাম ১,৫২৪টাকা মুম্বই: প্রতি ১০ গ্রামের দাম ১,৫২৪টাকা কলকাতা: প্রতি ১০ গ্রামের দাম ১,৫২৪ টাকা চেন্নাই: প্রতি ১০ গ্রামের দাম ১,৬৪৯ টাকা Weather Report:নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন “মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও তিন সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে? চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ ‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে
IND vs AUS 5th T20I, Pitch Report: টস জিতে ব্যাটিং না বোলিং? কোনটা নিলে সুবিধে হবে ভারতের?
India vs Australia: গাব্বার ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে আরও একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এবার টি-২০ ফরম্য়াটে এই দুটো দলের মধ্যে লড়াই হবে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ৫ ম্যাচের টি-২০ সিরিজে পঞ্চম তথা অন্তিম ম্য়াচটি খেলতে নামছে। এই মাঠের সঙ্গে টিম ইন্ডিয়ার একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে। IND vs AUS 5th T20I, Playing XI: বাদের খাতায় তারকা ক্রিকেটার! চরম সিদ্ধান্ত নিতে চলেছেন সূর্যকুমার সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই সিরিজ জয়ের লক্ষ্যেই শনিবার খেলতে নামবে। সিরিজের চতুর্থ টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। বিশেষ করে নজর কেড়েছিলেন ভারতীয় বোলাররা। অন্যদিকে, ক্যাঙারু ব্রিগেড এই সিরিজে সমতা ফেরানোর চেষ্টা করবে। IND vs AUS 5th T20I, Weather Update: ভয়ঙ্কর বৃষ্টির চোখরাঙানি! ভেস্তে যাবে পঞ্চম টি-২০ ম্যাচ? কেমন হতে পারে গাব্বার উইকেট? বলা হয়ে থাকে, ব্রিসবেনের গাব্বা নাকি পেস বোলারদের কাছে স্বর্গরাজ্য। অস্ট্রেলিয়ার এই স্টেডিয়ামেই সবথেকে বেশি বাউন্স দেখতে পাওয়া যায়। আকাশ যদি মেঘলা থাকে, সেক্ষেত্রে যথেষ্ট সুইং এবং মুভমেন্টও দেখতে পাওয়া যাবে। প্রথমদিকে কয়েকটা ওভার এই উইকেট ব্যাটারদের জন্য বেশ সমস্যা তৈরি করতে পারে। IND vs AUS, 5th T20I: টিম ইন্ডিয়ার সামনে এবার 'ভয়ঙ্কর' চ্যালেঞ্জ, ঘুম উড়েছে সূর্যকুমারের তবে, যে সকল ব্য়াটাররা ব্যাকফুটে ভাল খেলতে পারেন, তাঁরা এই বাউন্স ভরা উইকেটেও দাপট দেখাতে পারবেন। এই মাঠের আউট ফিল্ড অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন। সেকারণে ব্যাটাররা যদি একবার এই উইকেটে থিতু হতে পারেন, তাহলে চার-ছক্কার বন্যা দেখা যেতে পারে। অর্থাৎ, গাব্বার এই উইকেটে ব্যাটার এবং বোলারদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা করা হচ্ছে। Ind vs Aus Highlights Cricket Score, 4th T20I: ৪৮ রানে জয়ী ভারত, সিরিজে এগোল ২-১ ব্যবধানে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহকে? এই সিরিজের প্রথম চারটে টি-২০ ম্য়াচেই জসপ্রীত বুমরাহকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, শেষ ম্য়াচে হয়ত তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। যদি বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়, সেক্ষেত্রে হর্ষিত রানা হয়ত প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার ঠিক পরেই টিম ইন্ডিয়াকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে হবে। এই স্কোয়াডে নিশ্চিতভাবে থাকবেন বুমরাহ। এই কারণে বুমরাহকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা হতে পারে। অন্যদিকে, শিবম দুবের জায়গায় নীতীশ কুমার রেড্ডিকেও প্রথম একাদশে খেলানোর ব্যাপারে চিন্তাভাবনা করা হতে পারে। টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল / সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে / নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ / হর্ষিত রানা।
বরফ গলছে আমেরিকার সঙ্গে! তেজসের জন্য ১১৩টি মার্কিন ইঞ্জিন কিনছে ভারত
সাম্প্রতি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে।
Awas yojana: অন্যের কাঁচা ঘর দেখিয়ে অট্টালিকা বানিয়ে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত সার্ভে কর্মী
Malda: মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা পীতাম্বর দাস। তিনি মাটির বাড়িতে থাকেন। সেই বাড়ি এক প্রকার ভগ্নপ্রায় দশা। বাংলা আবাস যোজনায় পুনরায় ঘর দেওয়া শুরু হলে স্বপ্ন দেখে ছিলেন এবার হয় তো পাকা বাড়ি মিলবে। তালিকাতে নাম ছিল তাঁর। প্রশাসনের কর্মীরা এসে ঘর দেখে ছবি তুলে গিয়েছিলেন। কিন্তু তারপর তালিকা থেকে নাম বাদ চলে যায়।
SSC Website: সারা রাত জেগেও রেজাল্ট দেখতে পেল না কেউ, খুলল না SSC-র ওয়েবসাইট
SSC: ওয়েবসাইটের এই পরিস্থিতির জন্য স্কুল সার্ভিস কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫ লক্ষ ২৫ হাজার। এর মধ্যে নবম-দশমে ২৩ হাজার ২১২টি পদে নিয়োগ হবে। একাদশ-দ্বাদশে সেই সংখ্যা অর্ধেক। অর্থাৎ আরও কম প্রার্থী ইন্টারভিউয়ের ডাক পাবেন।
Vidyasagar Setu: রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, গঙ্গা পেরতে কোন রাস্তা ধরবেন?
Vidyasagar Setu repairing: হাওড়া ব্রিজের দিকে যানবাহন ঘুরিয়ে দেওয়ার ফলে রবিবার সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্রান্ড রোডে যানজট হওয়ার আশঙ্কা বাড়ছে। অন্যদিকে, হাওড়ার দিক থেকে যেসব যানবাহন কলকাতায় আসার জন্য দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে, সেই যানবাহনগুলিকে হাওড়া ব্রিজ কিংবা নিবেদিতা সেতু ব্যবহারের আবেদন জানানো হয়েছে।
India-Australia T20 Series |গাব্বায় নয়া ইতিহাসের হাতছানি, আত্মবিশ্বাসী টিম সূর্য
ব্রিসবেন: ব্রিসবেনের গাব্বা। অজি ক্রিকেট ঐতিহ্যের অন্যতম স্তম্ভ। শুক্রবার সেই গাব্বাতে আরও এক ইতিহাসের হাতছানি ‘মেন ইন ব্লু’-র সামনে। হোবার্টের পর গোল্ড কোস্টের বাইশ গজে সোনা ফলেছে। জয়ের হ্যাটট্রিকে এবার গাব্বায় তেরঙ্গা উড়িয়ে দেওয়ার সুযোগ। সিরিজে ২-১ এগিয়ে থাকা সূর্যকুমার যাদবদের যা পাখির চোখ। ওডিআই সিরিজের হারের বদলার সঙ্গে গাব্বায় ২০২০-’২১ সালের টেস্ট সফরে ঋষভ […] The post India-Australia T20 Series | গাব্বায় নয়া ইতিহাসের হাতছানি, আত্মবিশ্বাসী টিম সূর্য appeared first on Uttarbanga Sambad .
বিশ্বজয়ের মাঠেই ‘শিষ্য’ইয়ামাল দ্বৈরথে ‘গুরু’মেসি, কবে ফিনালিসিমায় মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?
'গুরু-শিষ্য' দ্বৈরথের অপেক্ষায় ফুটবল বিশ্ব।
জিভ দেখিয়ে ‘অশালীন ইশারা’, হানি সিংয়ের সঙ্গে মালাইকার নাচ দেখে বিতর্কের ঝড়
'অশালীন নাচ' দেখে মালাইকার 'মাতৃত্ব' নিয়েও প্রশ্ন তুলে কটাক্ষ নেটপাড়ার!
Richa Ghosh |ইডেনে বিশ্বজয়ীর সংবর্ধনা আজ, থাকছেন মুখ্যমন্ত্রী
কলকাতাঃ জীবনটাই বদলে গিয়েছে মাত্র কয়েকদিনে। দম ফেলার সময় নেই তাঁর। তার মধ্যেই মুম্বইয়ে বিশ্বকাপ জয় করে দিল্লিতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আজই শিলিগুড়িতে পৌঁছেছেন রিচা ঘোষ। শনিবার শিলিগুড়ি থেকে কলকাতায় হাজির হচ্ছেন বিশ্বকাপজয়ী প্রথম বাঙালি ক্রিকেটার। বিশ্বকাপ জয়ের পর প্রথমবার কলকাতায় আসছেন তিনি। স্বাভাবিকভাবে রিচাকে নিয়ে প্রবল উৎসাহ রয়েছে। আগামীকাল বিকেল পাঁচটায় বাংলা […] The post Richa Ghosh | ইডেনে বিশ্বজয়ীর সংবর্ধনা আজ, থাকছেন মুখ্যমন্ত্রী appeared first on Uttarbanga Sambad .
Uluberia accident: রাস্তার দু’ধারে পড়ে রয়েছে দেহ, ভেসে যাচ্ছে রক্ত, শিউরে ওঠার মতো ঘটনা
Howrah: স্থানীয় সূত্রে খবর, ওই দুই যুবক দীর্ঘক্ষণ আমতা রোডেই পড়েছিল। পরে তাঁদের দেহ উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছয় ময়না তদন্তের জন্য। পুলিশ মৃত দুই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। কীভাবে ঘটনাটি ঘটলো তা আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে জানার চেষ্টা করছে।
Malda News: ফেসবুকে প্রেম, গোপনে বিয়ে, তারপর অস্বীকার — স্ত্রীর মর্যাদার দাবিতে তরুণীর লড়াই!
love marriage: প্রেম থেকে শুরু, তারপর গোপন বিয়ে— কিন্তু বিয়ের পর থেকেই অস্বীকৃতি ও প্রতারণার অভিযোগ। উত্তর দিনাজপুরের এক তরুণী শুক্রবার স্ত্রীর মর্যাদার দাবিতে চাঁচল থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের রামদেবপুর এলাকায় শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, মালদার চাঁচলের মিনসারুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ইটাহার ব্লকের ভবানীপুর গ্রামের বাসিন্দা ওই তরুণী। প্রায় তিন মাস আগে তাঁরা লুকিয়ে বিয়ে করেন উত্তর দিনাজপুরে। বিয়ের সময় নাকি মিনসারুলের পরিবার তরুণীর বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা নেয়। আরও পড়ুন- West Bengal news live updates: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফল, প্রাপ্ত নম্বরই দেখা যাচ্ছে SSC-র ওয়েবসাইটে বিয়ের পর থেকেই তরুণীকে শ্বশুরবাড়িতে তোলা হয়নি বলে অভিযোগ। শুক্রবার সকালে শ্বশুরবাড়িতে গেলে, তাঁর দুই ননদ তাঁকে মারধর করে তাড়িয়ে দেয় বলে দাবি তরুণীর। এরপরই স্ত্রীর মর্যাদার দাবিতে তিনি শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসে পড়েন।স্থানীয় বাসিন্দারা জানান, ওই তরুণী পুলিশকে তাঁর বিয়ের প্রমাণস্বরূপ ছবি ও ভিডিও দেখিয়েছেন। আরও পড়ুন- SIR-এর ফর্ম হাতে না পেলেও চিন্তা নেই! মোবাইলেই ফর্ম পূরণের সুযোগ, কীভাবে? জানুন এক ক্লিকেই তরুণীর অভিযোগ: ওই তরুণী বলেন, “ফেসবুকে আমাদের আলাপ হয়েছিল। পরে প্রেম ও বিয়ে। বিয়ের সময় ৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে। এখন শুনছি মিনসারুলের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। তাই আমি ন্যায্য অধিকার চাই।” শ্বশুরবাড়ির পক্ষের বক্তব্য: অন্যদিকে মিনসারুলের পরিবারের এক আত্মীয় ফাইজুদ্দিন শেখ বলেন, “ওই মেয়ের চরিত্র ভালো নয়। তার মোবাইলে অনেক অশালীন ছবি রয়েছে। এই কারণেই মিনসারুল তাকে বাড়িতে তোলেনি।” আরও পড়ুন- Operation Pimple: কাশ্মীরে ফের এনকাউন্টার! ‘অপারেশন পিম্পল’ সেনার, নিহত দুই জঙ্গি তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তরুণী। তাঁর কথায়, “যে ছবির কথা বলা হচ্ছে, সেগুলি আমার স্বামীর সঙ্গেই তোলা। দুই ননদ ইচ্ছে করে আমাকে বাড়িতে উঠতে দিচ্ছে না।” পুলিশের বক্তব্য: চাঁচল মহকুমার এসডিপিও সোমনাথ সাহা বলেন, “তরুণীকে লিখিতভাবে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করা হবে। পাশাপাশি তাঁকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
আজ শুরু বেটন কাপ, যুবভারতীর আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে হবে ঐতিহ্যবাহী হকি টুর্নামেন্ট
২২ হাজার আসন বিশিষ্ট এই হকি স্টেডিয়ামের পরিকাঠামো দেখলে সত্যিই চমকে যেতে হয়।
কন্যাসন্তান জন্ম দেওয়ার হতাশা! আলিপুরদুয়ারে ৭ মাসের খুদেকে ‘খুন’মায়ের
ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ভোটার কার্ডে বাবার নামে গণ্ডগোল! SIR ‘আতঙ্কে’আত্মহত্যার চেষ্টা চাঁচলের যুবকের
বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
‘বন্দে মাতরম’গানে কাঁচি চালায় কংগ্রেস! কোন অংশ বাদ দেওয়া হয় ও কেন?
বিজেপি ও কংগ্রেসের মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রে এখন বঙ্কিমগীতি।
ফাইনালের আগের রাতে ‘ঈশ্বরের’ফোন, হরমনপ্রীতকে কী পরামর্শ দিয়েছিলেন শচীন?
ফাঁস করলেন খোদ ভারত অধিনায়কই।
Subinoy Roy: রবীন্দ্রসংগীতের সুরপুরুষ! সুবিনয় রায়ের এই দিকগুলো ৯৯ শতাংশ বাঙালির অজানা
Subinoy Roy Biography: বাংলা সংগীতজগতের ইতিহাসে সুবিনয় রায় এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তাঁর কণ্ঠে রবীন্দ্রসংগীত পেয়েছিল এক অনন্য মর্যাদা, এক ধ্রুপদী দীপ্তি। জন্মেছিলেন ১৯২১ সালের ৮ নভেম্বর, কলকাতায়। আজ তাঁর ১০৫তম জন্মবার্ষিকী জন্মদিনে। এই বিশেষ দিনে শ্রদ্ধাভরে স্মরণ করা যাক সেই শিল্পীকে, যিনি সুরের মাধ্যমে রবীন্দ্রনাথের ভাবধারাকে নতুন মাত্রা দিয়েছিলেন। মা-ই ছিলেন সুবিনয় রায়ের প্রথম সংগীত-প্রেরণা সুবিনয় রায়ের পিতা বিমলাংশু প্রকাশ রায় ছিলেন একজন বিজ্ঞানী ও সাহিত্যপ্রেমী, কর্মরত ছিলেন বার্ড কোম্পানিতে। মা সুখময়ী দেবী ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্রীদের হোস্টেলের সুপারিনটেনডেন্ট এবং পরে শান্তিনিকেতনের 'শ্রীভবন'-এর তত্ত্বাবধায়ক। সুকুমার রায়ের 'ননসেন্স ক্লাব'-এর সদস্য ছিলেন তিনি। নিজেও নিয়মিত সংগীতচর্চা করতেন। মা-ই ছিলেন সুবিনয় রায়ের প্রথম সংগীত-প্রেরণা। আরও পড়ুন- দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখতে চান? এবার গঙ্গার ধারে সালকিয়ায় দেখে নিন একসঙ্গে! কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে ম্যাট্রিক পাস করে সুবিনয় রায় বিজ্ঞান বিভাগে শান্তিনিকেতনে ভর্তি হন। রসায়ন ছিল তাঁর মূল বিষয়। সকালবেলায় পাঠ নিতেন শিক্ষাভবনে, আর বিকেলে যেতেন সংগীতভবনে। সেখানে তাঁর শিক্ষক ছিলেন শৈলজারঞ্জন মজুমদার ও রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দু'জনেই রবীন্দ্রসংগীতের দুই মহান গুরু। সেই সময় তাঁর সতীর্থদের মধ্যে ছিলেন পঙ্কজ কুমার মল্লিক ও হেমন্ত মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীরা। ছাত্রজীবনেই সংগীত ছিল তাঁর জীবনের ধ্যান-জ্ঞান। আরও পড়ুন- নারকেলেই জাদু, মাত্র ২ মিনিটে ঘরে বসেই করুন চুল কালো! সুবিনয় রায় দীর্ঘদিন শান্তিনিকেতনের সংগীত ভবনের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নিষ্ঠা, প্রজ্ঞা এবং ধ্রুপদী গায়কি আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করছে। পাশাপাশি তিনি কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে গ্রন্থাগারিক হিসেবেও কাজ করেছেন। তাঁর কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনলে মনে হয়—শব্দ, সুর ও ভাব একাকার হয়ে গেছে। তাঁর গানের বৈশিষ্ট্য ছিল স্বচ্ছ উচ্চারণ, নিখুঁত তাল-লয় এবং আবেগের মিতাচার। আরও পড়ুন- মাত্র ৫ মিনিটে বাঙালি রান্না, ঘরে ঝটপট বানান মচমচে ব্রেকফাস্ট, স্বাদ হবে রেস্তোরাঁর মত! ১৯৭২ সালে প্রকাশিত তাঁর গ্রন্থ 'রবীন্দ্রসংগীত সাধনা' আজও রবীন্দ্রসংগীতচর্চার এক অবিচ্ছেদ্য দিকপথ। সেখানে তিনি রবীন্দ্রগানের স্বরলিপি, গায়কি ও সাধনার দর্শন নিয়ে গভীর আলোচনা করেছেন। এই বইটি আজও রবীন্দ্রসংগীত শিক্ষার্থীদের অপরিহার্য গ্রন্থ। তিনি বিয়ে করেছিলেন শিশুসাহিত্যিক অমরেন্দ্রনাথ দত্তের কন্যা ইন্দিরা দত্তকে। তাঁদের দুই ছেলে– সুরজিৎ রায় ও সুরঞ্জন রায়। পরেরজন নিজেও এক প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী। আরও পড়ুন- ওষুধ ছাড়াই দ্রুত কমান রক্তচাপ, কাজে লাগান এই ৫ সহজ উপায়! জীবদ্দশায় সুবিনয় রায়কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 'দেশিকোত্তম' উপাধিতে সম্মানিত করেছিল। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি তাঁকে দেয় আলাউদ্দিন পুরস্কার। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে সম্মানিত করে, 'রবীন্দ্রতত্ত্বাচার্য' উপাধিতে। ২০০৪ সালের জানুয়ারিতে ইন্দিরা রায়ের মৃত্যুর চার দিন পরেই সুবিনয় রায় চিরবিদায় নেন। মৃত্যুর মধ্যেও যেন তিনি সংগীতের এক চিরন্তন সুরে মিশে গেলেন।
J&K |অপারেশন পিম্পল: কুপওয়ারায় শুরু গুলির লড়াই, নিকেশ ২ জঙ্গি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই জম্মু-কাশ্মীরের (J&K) কুপওয়ারায় (Kupwara)। শনিবার নিকেশ হয়েছে ২ জঙ্গি। সন্ত্রাস দমনে শুরু হয় ‘অপারেশন পিম্পল’ (Operation Pimple)। সেই অপারেশনেই দুই জঙ্গিকে খতম করা হয়েছে। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সার্চ অপারেশন শুরু করেছে নিরাপত্তাবাহিনী। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কেরান সেক্টরের কুপওয়ারায় […] The post J&K | অপারেশন পিম্পল: কুপওয়ারায় শুরু গুলির লড়াই, নিকেশ ২ জঙ্গি appeared first on Uttarbanga Sambad .
Iman Chakraborty: সালটা ছিল ২০২০। সেই বছর মুক্তি পেয়েছিল পাভেল পরিচালিত ছবি 'অসুর'। এই ছবির অন্যতম জনপ্রিয় গান 'রাধা'। ইমন চক্রবর্তী ও শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল জিৎ-নুসরত জুটির এই গান। ৭ নভেম্বর টলি ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিনে ফের 'রাধা'-র স্মৃতিতে জিয়া নস্ট্যাল ইমন। সৌজন্যে মদন মিত্র। হ্যাঁ, একদমই তাই। মদন মিত্রের জন্যই আরও একবার ২৫ বছর আগের দিনগুলোতে ফিরলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। এখানেই শেষ নয়, এইদিন ইমন বলেন, মদন মিত্রের জন্যই 'রাধা'-র জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। সেই সুবাদে সংগীতশিল্পী হিসেবে ইমনই লাভবান হয়েছেন। প্রসঙ্গত, ৭ নভেম্বর ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন উপলক্ষে আগামী ছবি লক্ষ্মীকান্তপুর লোকালের গান লঞ্চের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সিনেমার কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন 'সোনা বন্ধু গো' গানের শিল্পী ইমন চক্রবর্তী। গানের উদ্ভোধনী অনুষ্ঠানে ইমনের মনোমুগ্ধকর লাইভ পারফরম্যান্সে সকলে একেবারে আপ্লুত। সেখানে উপস্থিত শিল্পী ও সহ বাকিদের আবদারে ইমনের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মদন মিত্র। অসুর সিনেমার 'রাধা'-র ডুয়েট শুরুর আগে ইমনের অকপট স্বীকারোক্তি, মদন মিত্রের জন্যই এই গান আজও এত জনপ্রিয়। আরও পড়ুন স্টিয়ারিং হাতে গানে মগ্ন! সামনের গাড়িতে সজোরে ধাক্কা সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর, তারপর... ইমন বলেন, 'আমি যখন গানটা গেয়েছিলাম তখন সেটা সেমি হিট ছিল। কিন্তু, মদন দা সব শোয়ে গানটা এতবার গেয়েছেন যে জনপ্রিয়তা একেবারে আকাশ ছুঁয়েছে। এতে অবশ্য আমিই লাভবান হয়েছি। আমার নামডাক হয়েছে।' এরপরই একসঙ্গে ইমন-মদনের 'রাধা'-য় ডুব দিয়েছিল উপস্থিত সকলে। উল্লেখ্য, ঋতুপর্ণার জন্মদিনে অনুষ্ঠানে এসেই সকলের অনুরোধে 'পাল তুলে দে'-ও গেয়েছেন মদন মিত্র। সেই সময় অবশ্য সংবাদমাধ্যমের সামনে বারবার বলছিলেন, ইমনের সামনে গান গাইতে তাঁর অস্বস্তি হচ্ছে। তবুও মন রক্ষা করেছেন মদন। আরও পড়ুন 'মিসেস সেন' হয়েছি তবে 'ম্যাডাম সেনগুপ্ত' হব সত্যিই কখনও ভাবিনি: ঋতুপর্ণা সেনগুপ্ত মিলেনিয়াম পার্কে গঙ্গাবক্ষে এক প্রমোদতরীতে আতসবাজি ফাটিয়ে, কেক কেটে ঋতুপর্ণার জন্মদিন উদযাপিত হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে হালকা শীতের আমেজ, রোদ ঝলমলে আকাশ দেখে মদনের মন ছিল একেবারে ফুরফুরে। প্রমোদতরীতে ঋতুপর্ণা এন্ট্রি নিতেই টিমের সকলের সঙ্গে আরও একবার ইমন-মদন 'পাল তুলে দে' গান এই অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলেছিল। আরও পড়ুন 'গত বছর হ্যাপি বার্থডে বলার পরই...', গঙ্গাবক্ষে জন্মদিন পালনের মাঝে মায়ের জন্য মন কেমন ঋতুপর্ণার
Operation Pimple: কাশ্মীরে ফের এনকাউন্টার! ‘অপারেশন পিম্পল’ সেনার, নিহত দুই জঙ্গি
anti terror operation: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় জঙ্গি দমন অভিযানে নিহত হয়েছে দুই জঙ্গি। সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন পিম্পল’। এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে বলে আশঙ্কা, তাই তল্লাশি অভিযান এখনও চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: ভারতীয় সেনার চিনার কর্পস জানিয়েছে,৭ নভেম্বর, গোয়েন্দা সূত্রে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর কুপওয়ারা জেলার কেরান সেক্টরে যৌথ অভিযান চালানো হয়। সেনা জানায়, “গোয়েন্দা সংস্থাগুলির থেকে অনুপ্রবেশের চেষ্টা সংক্রান্ত তথ্য মেলার পর কেরান সেক্টরে অভিযান শুরু হয়। সেনারা সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করে চ্যালেঞ্জ করলে, জঙ্গিরা নির্বিচারে গুলি চালায়।” আরও পড়ুন- West Bengal news live updates: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফল, প্রাপ্ত নম্বরই দেখা যাচ্ছে SSC-র ওয়েবসাইটে চাট্রু এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষ: হোয়াইট নাইট কর্পস, এক্স (X)-এ দেওয়া পোস্টে জানিয়েছে —“গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে চাট্রু এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনী।” আরও পড়ুন- SIR-এর ফর্ম হাতে না পেলেও চিন্তা নেই! মোবাইলেই ফর্ম পূরণের সুযোগ, কীভাবে? জানুন এক ক্লিকেই এলাকায় টানা তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনা ও পুলিশ। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, গত কয়েক মাসে ডোডা, কিশতওয়ার ও উদমপুর জেলায় জঙ্গি দমন অভিযান আরও তীব্র হয়েছে।এর মধ্যে শুধু কিশতওয়ারে গত ছয় মাসে অন্তত ছ’টি এনকাউন্টার হয়েছে। আরও পড়ুন- West Bengal Weathet Update: নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে এই বছরের এপ্রিল মাসেই চাট্রু এলাকায় আরও দুই জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তা বাহিনী।এর আগে আগস্ট ১১–১২ তারিখে একই এলাকায় গুলির লড়াই হলেও, জঙ্গিরা পালিয়ে যায়। গত বছর, ১৩ সেপ্টেম্বর ২০২৪, চাট্রু এলাকায় সংঘর্ষে দু’জন সেনা জওয়ান — এক জন জুনিয়র কমিশনড অফিসার-সহ — শহিদ হন, এবং আরও দু’জন আহত হন।
‘ভবিষ্যতের স্টার’, ভিকি-ক্যাটরিনার সন্তানের জন্মছক কষে বড় ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর!
'বেবি কৌশলে'র জন্মতারিখের নেপথ্যেও ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ যোগ।
Alipurduar: হাড়হিম করা ঘটনা! সাত মাসের শিশুকে গলা টিপে ঝোপে ফেলে দিল মা!
Alipurduar: শুক্রবার দিনভর স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয় ওই এলাকায়। পুলিশ বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। এরপরই সামনে আসে আসল সত্যি। পুলিশের প্রশ্নের মুখে সবটা নিজে মুখেই স্বীকার করে নেন শিশুর মা।
রাস্তা তৈরিতে নজর বিশেষ দলের, ‘পথশ্রী’ প্রকল্পের কাজ দ্রুত শেষের নির্দেশ নবান্নর
শুক্রবার নবান্নে পথশ্রী প্রকল্পের পর্যালোচনা বৈঠকে করেন মুখ্যসচিব মনোজ পন্থ।
মালিতে অপহৃত ৫ ভারতীয়, নেপথ্যে আল কায়দা না ইসলামিক স্টেট?
দুই জঙ্গি গোষ্ঠীর দৌরাত্ম্যে অশান্ত পশ্চিম আফ্রিকার দেশটি।
এশিয়া কাপ বিতর্কে হস্তক্ষেপ আইসিসির, ভারত-পাকিস্তান দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতা করবেন কে?
চ্যাম্পিয়ন ভারতকে এখনও ট্রফি দেননি পাকমন্ত্রী মহসিন নকভি।
কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে, সপ্তাহান্তেই বঙ্গে জাঁকিয়ে শীত?
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
US government shutdown |শাটডাউনের জের, আমেরিকায় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল! বিপাকে যাত্রীরা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শাটডাউনের (US government shutdown) কারণে কর্মী সংকটের জের। আমেরিকায় (US) বাতিল করা হয়েছে হাজারেরও বেশি ফ্লাইট। এছাড়া দেরিতে চলছে অন্তত পাঁচ হাজার উড়ান। দেশটির অসামরিক পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। জানা গিয়েছে, রিগান বিমানবন্দর থেকে চার ঘন্টা দেরিতে বিমান উড়ছে। বিমানবন্দরগুলির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট […] The post US government shutdown | শাটডাউনের জের, আমেরিকায় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল! বিপাকে যাত্রীরা appeared first on Uttarbanga Sambad .
পরের মহিলা বিশ্বকাপে বাড়ছে দল, রিচা-স্মৃতিদের সাফল্যের পরই বড় সিদ্ধান্ত আইসিসি’র
সদ্যসমাপ্ত মহিলা ওয়ানডে বিশ্বকাপে ছিল আটটি দল।
একাদশ-দ্বাদশের ফলপ্রকাশের পরেও নিয়োগ সংশয়, মামলা ঝুলে বিচারপতি অমৃতার বেঞ্চে
আগামী ১২ নভেম্বর তার পরবর্তী শুনানি।
SIR-এর ফর্ম হাতে না পেলেও চিন্তা নেই! মোবাইলেই ফর্ম পূরণের সুযোগ, কীভাবে? জানুন এক ক্লিকেই
SIR process: গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের শহর ও জেলায় শুরু হয়েছে বিশেষ নিবন্ধন সমীক্ষা বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশে বুথ লেভেল অফিসার (BLO)-রা ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম তুলে দিচ্ছেন। ফর্ম নিয়ে দুশ্চিন্তা দূর, এবার অনলাইনেও মিলবে সুবিধা: অনেকেই কাজের সূত্রে বাড়ির বাইরে থাকায়, হাতে ফর্ম না পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এতদিন পর্যন্ত অনলাইনে এই ফর্ম পাওয়ার সুযোগ বন্ধ ছিল। তবে শুক্রবার রাত থেকেই নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইটে অনলাইনে এনুমারেশন ফর্ম পাওয়ার প্রক্রিয়া চালু হয়েছে।ভোটাররা এখন https://voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে সহজেই নতুন এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন। আরও পড়ুন- West Bengal news live updates: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফল, প্রাপ্ত নম্বরই দেখা যাচ্ছে SSC-র ওয়েবসাইটে অনলাইন প্রক্রিয়ায় লাগবে EPIC ও মোবাইল লিঙ্ক: নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অনলাইনে ফর্ম পূরণ করতে হলে ভোটারের EPIC নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। লগইন করার পর প্রয়োজনীয় তথ্য ও ডিজিটাল স্বাক্ষর (Digital Signature) যুক্ত করলেই আবেদন সম্পূর্ণ করা যাবে। শুধু তাই নয়, এই ওয়েবসাইটে গিয়ে ভোটাররা ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম ছিল কি না, তাও যাচাই করতে পারবেন। আরও পড়ুন- West Bengal Weathet Update: নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে প্রক্রিয়া শুরু: ৪ নভেম্বর থেকেই পশ্চিমবঙ্গ-সহ দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এই বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ। এই প্রক্রিয়ার মাধ্যমে পুরনো ভোটার তালিকা হালনাগাদ করা হবে, নতুন ভোটার যুক্ত হবেন, এবং প্রয়োজনে তথ্য সংশোধন করা যাবে। আরও পড়ুন- Bengal SIR Death: ফের এসআইআর আতঙ্কে আরও এক মৃত্যু? উত্তাল পরিস্থিতিতে হুলস্থূল কাণ্ড বঙ্গে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রত্যেক নাগরিকের ভোটাধিকারের সঠিক নথিভুক্তিকরণের জন্যই এই বিশেষ নিবন্ধন অভিযান। অনলাইন প্রক্রিয়া চালু হওয়ায় এবার দেশের যে কোনও প্রান্ত থেকেই ভোটাররা ফর্ম পূরণ করতে পারবেন।
ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ধুন্ধুমার, বীরভূমে মৃত্যু তৃণমূল কর্মীর
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার (South Africa) জি২০ সম্মেলন বয়কট করল আমেরিকা (US)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, তিনি নিজে তো যাবেনই না, এমনকি আমেরিকা থেকে কোনও প্রতিনিধিকেও পাঠানো হবে না দক্ষিণ আফ্রিকার জি২০ সম্মেলনে। চলতি মাসের ২২ এবং ২৩ তারিখ সেখানে জি২০ সম্মেলন (G20 meet) অনুষ্ঠিত হওয়ার কথা। কেন যাবেন না, […] The post Donald Trump | দক্ষিণ আফ্রিকার জি২০ সম্মেলনে যাবেন না ট্রাম্প, পাঠাবেন না প্রতিনিধিও, কেন? দিলেন ব্যাখ্যা… appeared first on Uttarbanga Sambad .
Kolkata News Live Updates: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল।শুক্রবার রাত সাড়ে নটার পর কমিশনের সরকারি ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। তবে পরীক্ষার্থীদের হতাশ করেছে একটি বিষয় — এই ফলাফলে মেধা তালিকা প্রকাশ করা হয়নি, বরং শুধুমাত্র প্রাপ্ত নম্বরই দেখা যাচ্ছে। প্রার্থীরা এসএসসির নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিয়ে লগইন করলেই নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পারছেন। আগামী সপ্তাহেই নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হতে পারে। আরও পড়ুন- West Bengal Weathet Update: নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে ইডেনে রাজকীয় সংবর্ধনা: অন্যদিকে, ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী সদস্য ও শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষকে আজ শনিবার বর্ণাঢ্য সংবর্ধনা দিচ্ছে সিএবি (CAB)। তিনি ছিলেন একমাত্র বাঙালি ক্রিকেটার যিনি মহিলা টি-২০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন।আজ বিকেলে ইডেন গার্ডেন্সে রঙিন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।এর আগের দিনই শিলিগুড়িতে তাঁকে সংবর্ধনা জানানো হয়েছে বিশাল আয়োজনে। আরও পড়ুন- Bengal SIR Death: ফের এসআইআর আতঙ্কে আরও এক মৃত্যু? উত্তাল পরিস্থিতিতে হুলস্থূল কাণ্ড বঙ্গে শীতের হাওয়া বইছে রাজ্যে, নামবে পারদ: শীতপ্রেমীদের জন্য সুখবর!আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ — সর্বত্রই তাপমাত্রা নামতে শুরু করবে।দিন যত এগোবে, শীতের অনুভূতি আরও তীব্র হবে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আরও পড়ুন- সপ্তাহান্তে যাত্রী ভোগান্তি চরমে উঠবে, শিয়ালদার এই রুটে বাতিল একাধিক লোকাল ট্রেন আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ফলে শুষ্ক আবহাওয়া ও সকালের ঠান্ডা অনুভূতি আরও বাড়বে।
Dipika Kakkar: আগামীতে আরও কঠিন লড়াই? ক্যানসার ট্রিটমেন্টের মাঝেই কী খবর দিলেন দীপিকা?
Dipika Kakkar: অভিনেত্রী দীপিকা কক্কর, যিনি জনপ্রিয় ধারাবাহিক ‘সসুরাল সিমর কা’-র মাধ্যমে ঘরে ঘরে পরিচিত, বর্তমানে লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এই কঠিন সময়েও তাঁর অদম্য মনোবল এবং ইতিবাচকতা ভক্তদের আরও অনুপ্রাণিত করছে। সম্প্রতি ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে অংশ নিয়ে দীপিকা তাঁর চিকিৎসা, মানসিক অবস্থা এবং সুস্থতার পথে এগিয়ে চলার গল্প শেয়ার করেছেন। তিনি জানান, নভেম্বরের শুরুতে তাঁর আরেকটি এফএপিআই স্ক্যান করা হবে-যা ক্যানসার কোষ শনাক্ত করতে ব্যবহৃত হয়। আগের স্ক্যান অনুযায়ী, ক্যানসার শুধুমাত্র টিউমারের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাঁর লিভারের প্রায় ২২% অংশ, যার মধ্যে ১১ সেন্টিমিটারের টিউমার ছিল, অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। এরপর থেকে তিনি নিয়মিত রক্ত পরীক্ষা এবং টিউমার মার্কার পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণে আছেন। সব রিপোর্টই স্বাভাবিক এসেছে। বর্তমানে দীপিকা থেরাপিতে আছেন। যা কেমোথেরাপির মতোই কাজ করে এবং প্রায় দুই বছর ধরে চলবে, যাতে রোগ পুনরায় ফিরে না আসে। Mamata Banerjee-Arati Mukherjee: বঙ্গ বিভূষণে সম্মানিত আরতি মুখোপাধ্যায়, KIFF-র মঞ্চে মুখ্যমন্ত্রীকে রাখঢাক না করেই বললেন... চিকিৎসকরা তাঁর সুস্থ জীবনযাত্রা দেখে নাকি বেশ অবাক হয়েছিলেন। দীপিকা জানান, তিনি কখনও ধূমপান করেননি এবং সবসময় ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস বজায় রেখেছেন। তাঁর চিকিৎসক ডা. সোমনাথ চট্টোপাধ্যায় ও ডা. তুষার শাহও জানান, তাঁর রোগের কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। তিনি স্মরণ করে আরও বলেন, কীভাবে প্রথমে ব্যথাকে পিত্তথলির সমস্যা ভেবে অবহেলা করেছিলেন তিনি। কিন্তু ব্যথা বাড়তে থাকলে তিনি সিটি স্ক্যান করান, যেখানে ৯ সেন্টিমিটার লম্বা টিউমার ধরা পড়ে। Rituparna Sengupta Birthday: 'গত বছর হ্যাপি বার্থডে বলার পরই...', গঙ্গাবক্ষে জন্মদিন পালনের মাঝে মায়ের জন্য মন কেমন ঋতুপর্ণার অস্ত্রোপচারের পর দীপিকা বলেন, “আমি চোখ খুলেই নিজেকে বলেছিলাম- আমি ঠিক আছি, এখন আমাকে শক্ত থাকতে হবে।” তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম সম্প্রতি জানান, তাঁরা নতুন রক্ত পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত তাঁর স্বাস্থ্যের খবর জানতে চাইলে শোয়েব বলেন, “আমরা গতকালই রক্ত পরীক্ষা করিয়েছি, আগামীকাল রিপোর্ট আসবে। আমরা প্রার্থনা করছি সব ঠিক থাকুক।” দীপিকা মাথা নেড়ে সম্মতি জানান, “এই অপেক্ষার সময়টা সত্যিই ভয়ঙ্কর, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে সব ঠিক হবে।” তাঁদের এই সাহস ও বিশ্বাসই আজ লাখো মানুষের কাছে আশার প্রতীক।
Kolkata Weather Update: নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত্যের প্রভাব কাটতেই ফের হিমেল হাওয়ার আনাগোনা শুরু। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই রাজ্যজুড়ে তাপমাত্রা নামতে শুরু করবে। শহর থেকে জেলা — সর্বত্রই এবার মিলবে শীতের আমেজ। দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকেই পারদ নামার ইঙ্গিত মিলছে। আগামী কয়েক দিনে রাতের দিকে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি — পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে রাতের পারদ ১৫ থেকে ১৬ ডিগ্রির ঘরে নামতে পারে। আরও পড়ুন- Bengal SIR Death: ফের এসআইআর আতঙ্কে আরও এক মৃত্যু? উত্তাল পরিস্থিতিতে হুলস্থূল কাণ্ড বঙ্গে ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। ফলে, দক্ষিণবঙ্গেও শীতের ছোঁয়া আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়া দপ্তরের কর্তারা। কলকাতার আবহাওয়া এখনও পর্যন্ত শহরে তেমন শীতের আমেজ মেলেনি। তবে আগামী সপ্তাহ থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির মধ্যে নেমে আসতে পারে। আবহাওয়া থাকবে শুষ্ক, আকাশ পরিষ্কার।বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। আরও পড়ুন- সপ্তাহান্তে যাত্রী ভোগান্তি চরমে উঠবে, শিয়ালদার এই রুটে বাতিল একাধিক লোকাল ট্রেন উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের দাপট স্পষ্ট। দার্জিলিংয়ে তাপমাত্রা ১০ ডিগ্রি, আর কালিম্পংয়ে প্রায় ১২ ডিগ্রি ছুঁয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও রাতের দিকে পারদ নামবে।যদিও আপাতত ‘হারকাঁপানো’ ঠান্ডা নেই, তবে আগামী সপ্তাহে ঠান্ডার পরশ আরও জোরালো হবে। আরও পড়ুন- MGNREGA: ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাই কোর্টের বেনজির তৎপরতা, কেন্দ্রকে ১ মাসের আল্টিমেটাম কুয়াশার দাপট বাড়বে শীত নামতেই ফের হাজির কুয়াশা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশা দেখা যেতে পারে।তালিকায় রয়েছে — দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার।এই জেলাগুলিতে সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে, ফলে যানবাহন চলাচলে কিছুটা সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
Mohun Bagan Super Giant: বন্ধ মোহনবাগানের অনুশীলন, ISL না হলে সরে যাবে সুপার জায়ান্ট?
Mohun Bagan Super Giant: ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ভবিষ্যৎ কী? সেটাই আপাতত লাখ টাকার প্রশ্ন। ইতিপূর্বে, ৫ নভেম্বর পর্যন্ত বিড জমা দেওয়ার জন্য শেষ দিন ধার্য্য করা হয়েছিল। পরে সেটা বাড়িয়ে ৭ নভেম্বর করা হয়। কিন্তু, কোনও সংস্থাই আইএসএল টুর্নামেন্টের প্রতি আগ্রহ দেখায়নি। আর সেকারণে টেন্ডারও বিড করেনি। এমন একটি টালমাটাল পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর সিদ্ধান্ত গ্রহণ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ করে দিল। Mohun Bagan Super Giant: রাজনীতি না অন্য চক্রান্ত! জাতীয় দলে কেন নেই মোহনবাগানের ফুটবলার? হাত ছাড়বে সুপার জায়ান্ট? মোহনবাগান সুপার জায়ান্ট ফের কবে খেলতে নামবে, তা নিয়ে ইতিমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ আইএসএল (ISL 2025-26) টুর্নামেন্ট যদি না হয়, সেক্ষেত্রে ফুটবলারদেরও হয়ত আর আটকে রাখবে না সবুজ-মেরুন ব্রিগেড। এই পরিস্থিতিতে বাগান সমর্থকদের মনে এক অজানা আশঙ্কা উঁকি দিতে শুরু করেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যান পেজে প্রশ্ন তুলতে শুরু করেছেন, যদি একান্তই আর আইএসএল টুর্নামেন্ট না হয়, তাহলে কি মোহনবাগান এবং সুপার জায়ান্টের গাঁটছড়া ভেঙে যাবে? এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে অবশ্য এখনও কিছু বলা হয়নি। Mohun Bagan Super Giant: মলিনার পাকামিতেই তছনছ বাগান? হাতছাড়া সুপার কাপের সেমিফাইনাল ফের আই-লিগে ফিরবে মোহন-ইস্ট? তবে অনেকগুলো প্রশ্ন কিন্তু ইতিমধ্যে মাথাচাড়া দিতে শুরু করেছে। শুধুমাত্র মোহনবাগান সুপার জায়ান্ট একা নয়, ISL টুর্নামেন্ট না হলে মাথায় বাজ পড়বে ইস্টবেঙ্গল এফসি-র উপরেও। মহমেডান স্পোর্টিং ক্লাবকে আপাতত এই তালিকায় রাখা হচ্ছে না। কারণ, আইএসএল টুর্নামেন্ট শুরু হলেও তারা অংশগ্রহণ করতে পারত কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। কারণ দলটার কাছে আপাতত কোনও ইনভেস্টরই নেই। ফলে টাকা না থাকলে যা হওয়ার সেটাই হল। এই পরিস্থিতিতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলই সবথেকে বড় চাপের মুখে পড়ল। যদি ভারতীয় ফুটবল থেকে আইএসএল আভিজাত্য একান্তই মুছে যায়, সেক্ষেত্রে কি আবারও আই-লিগে তাদের ফিরতে হবে? সেই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। Mohun Bagan Super Giant: ডার্বির আগে মোহনবাগানকে নিয়ে বড় খবর! 'হুঙ্কার' ছাড়লেন হোসে মলিনা কী হবে মলিনার ভবিষ্যৎ? সবুজ-মেরুন সমর্থকদের মনে আরও একটি প্রশ্ন কড়া নাড়তে শুরু করেছে। বাগানের হেড কোচ হোসে মলিনা কি আগেই আঁচ করেছিলেন যে এমন অন্ধকার পথে ভারতীয় ফুটবল হাঁটতে শুরু করেছে? আর সেকারণেই কি তিনি সুপার কাপে ডার্বি ম্য়াচ ড্র হওয়ার পর ক্লাব ম্য়ানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন? আগামী ১০ নভেম্বর থেকে মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। তবে সবাই অনুশীলন শুরুর আগে শুক্রবার টেন্ডার বিডিংয়ের দিকে সবাই তাকিয়ে ছিলেন। কারণ আইএসএল ভবিষ্যৎ নির্ধারণের পাশাপাশি মোহনবাগানের কোচ হিসেবে মলিনা থাকবেন কি না, সেটাও চূড়ান্ত হয়ে যেত। এখন যেহেতু আইএসএল টুর্নামেন্টই আর হচ্ছে না, সেক্ষেত্রে মলিনার ভাগ্যও সরু সুতোর ডগায় ঝুলে রইল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি যে বেশ খারাপের দিকেই গেল, তা বলা যেতে পারে।
SIR in Bengal: অবশেষে খুলল ওয়েবসাইট, ঘরে বসেই পান এনুমারেশন ফর্ম
SIR in Bengal: বাড়ি এসে বিএলও মারফৎ ফর্ম ফিল-আপ করলে ত্রুটির সম্ভাবনা অনেকটাই কমবে। তবে যাঁরা একান্তই বাড়ি ফিরতে পারবেন না, তাঁদের জন্য অনলাইন প্র্রক্রিয়াই ভরসা। সে ক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষর করেই এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
Richa Ghosh Felicitation News: রিচার হাতে কত টাকা তুলে দেবে সিএবি? শুনলে চমকে উঠবেন
Richa Ghosh: গত রবিবার (২ নভেম্বর) ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক নয়া অধ্যায় যুক্ত হয়েছে। দেশের মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team) এই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে। ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শেষপর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি ৫২ রানে জয়লাভ করেছে। এই জয়ের পর গোটা দেশজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন বিশ্বজয়ীদের সংবর্ধনা এবং আর্থিক পুরস্কার দিচ্ছে। Richa Ghosh Statement: 'সকলের ভালবাসা পেয়ে...', ঘরে ফিরে কী বললেন বিশ্বকাপ জয়ী রিচা? এই বিশ্বজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রিচা ঘোষ। বাংলার এই উইকেটকিপার ব্যাটার নিজের পারফরম্য়ান্স দক্ষতায় গোটা দেশের হৃদয় জয় করেছেন। শনিবার (৮ নভেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে রিচাকে সংবর্ধনা দেওয়া হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ফাইনাল ম্য়াচে রিচা ২৪ বলে ৩৪ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছিলেন। সূত্রের খবর, এই ইনিংসকে সম্মান দিয়েই ৩৪ লাখ টাকা তুলে দেওয়া হবে। গতকাল, শুক্রবার সন্ধ্যা থেকেই ইডেনে দেখা গিয়েছে আলোর ঝলকানি। লেজার শো-তে ফুটে উঠেছে বিশ্বকাপে রিচার নানা মুহূর্তের ছবি। Richa Ghosh Felicitation: হুড খোলা গাড়িতে চাপিয়ে 'বরণ' রিচাকে, জনজোয়ারে ভাসছে শিলিগুড়ি এর পাশাপাশি রিচার হাতে তুলে দেওয়া হবে সোনার ব্যাট এবং বল তুলে দেওয়া হবে। এই ব্যাট এবং বলের মোট আনুমানিক মূল্য ৫ লাখ টাকা হবে বলে জানা গিয়েছে। ব্যাট এবং বলের উপর টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীর সই থাকবে। পাশাপাশি এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া থাকবেন টলিউডের একাধিক সুপারস্টার। সেই তালিকায় নাম রয়েছে -- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং কোয়েল মল্লিকের। সব মিলিয়ে গোটা অনুষ্ঠান যে যথেষ্ট জাঁকজমকপূর্ণ হতে চলেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। Richa Ghosh: ঘরে ফিরলেন প্রথম বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া রিচা, বিমান বন্দরের বাইরে জন আবেগের তীব্র বিস্ফোরণ শুক্রবার শিলিগুড়িতে এসেছেন রিচা প্রসঙ্গত, শুক্রবারই নিজের শহর শিলিগুড়িতে এসেছেন রিচা ঘোষ। গোটা শহর তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছে। বাগডোগরা বিমানবন্দর থেকে হুড খোলা জিপে বসিয়ে বাঘাযতীন পার্ক পর্যন্ত নিয়ে আসা হয়। সেখান থেকে সুভাষ পল্লী পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তায় লাল কার্পেট বিছানো হয়েছিল। সেই কার্পেটের উপর দিয়ে হেঁটে বাড়িতে ঢোকেন তিনি। রিচার বাড়ির সামনে গতকাল কার্যত জনপ্লাবন দেখা গিয়েছিল। দেখা যাবে না'ই বা কেন? প্রথম বাঙালি বিশ্বকাপজয়ী ক্রিকেটার বলে কথা!
Bengal SIR Death: ফের এসআইআর আতঙ্কে আরও এক মৃত্যু? উত্তাল পরিস্থিতিতে হুলস্থূল কাণ্ড বঙ্গে
Bengal SIR Death: ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বাংলায়! তাকে কেন্দ্র করে রীতিমত উত্তাল পরিস্থিতি। বীরভূমের সাঁইথিয়ায় ভোটার তালিকায় পদবি বিভ্রাট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। মৃত ব্যক্তির নাম বিমান প্রামাণিক (৫০), সাঁইথিয়া ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের দাবি, সাম্প্রতিক ভোটার লিস্ট এবং ভোটার কার্ডে তাঁর পদবি ‘প্রামাণিক’ থাকলেও, ২০০২ সালের ভোটার তালিকায় হঠাৎই তাঁর ও তাঁর বাবার পদবি ‘পাল’ হিসেবে দেখা যায়। অথচ, একই তালিকায় তাঁর ভাই বিধান প্রামাণিক ও মা ছবিরানির পদবি যথারীতি ‘প্রামাণিক’। এদিকে মৃত প্রৌঢ়ের ভাই বিধান প্রামাণিক জানান, “দাদা সবসময় 'প্রামাণিক' পদবিতেই ভোট দিয়েছেন। ২০০২ সালে কীভাবে পদবি 'পাল' হয়ে গিয়েছিল, জানি না। কিন্তু সেই তালিকা সামনে আসার পর থেকেই দাদা ভীষণ চিন্তায় পড়েছিলেন। বুধবার বিএলও ফর্ম দিয়ে যাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। সন্ধ্যায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।” ওই ওয়ার্ডের কাউন্সিলর পিনাকীলাল দত্ত বলেন, “বিমানবাবু আমাদের কাছেও এসেছিলেন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছিলাম। কিন্তু তিনি সম্ভবত চাপ নিতে পারেননি। তাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।” ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা বলেন, “এসআইআর নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি। কিন্তু বিজেপি নেতারা উল্টোপাল্টা মন্তব্য করে পরিস্থিতি আরও খারাপ করছে।” অন্যদিকে, বিজেপির জেলা সম্পাদক বিশ্বজিৎ সাহা তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বলেন, “মৃত ব্যক্তি আমার পাড়ার মানুষ। তিনি পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তৃণমূল রাজনৈতিক স্বার্থে ঘটনাকে এসআইআর আতঙ্কে মৃত্যু বলে চালাতে চাইছে।” বিডিও সুজন কুমার পাণ্ডে বলেন, “বিষয়টি সম্পর্কে এখনও কিছু জানি না। তাই এ নিয়ে কোনও মন্তব্য করতে পারব না।” আরও পড়ুন- FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন “মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও তিন সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে? চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ ‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে
Horoscope: আজকের রাশিফল ৮/১১/২০২৫
কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope)মেষ/ Aries রাশিফল Rashifal : কর্মক্ষেত্রেও চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার আশঙ্কা, তবে আপনি ... Read more The post Horoscope: আজকের রাশিফল ৮/১১/২০২৫ first appeared on GNE Bangla .
Ajker Rashifal Bengali, 8 November 2025 : আজকের ভাগ্যফল, শুভ রং, শুভ সংখ্যা, চন্দ্রাবস্থান ও দিনের শুভ সময়, মেষ থেকে মীন — কার ভাগ্যে আজ সাফল্য ও সৌভাগ্য অপেক্ষা করছে, বিস্তারিত জেনে নিন। মেষ/ Aries রাশিফল Rashifal খুচরা ও পাইকারি ব্যবসায় বকেয়া টাকা আদায়ে সফলতা পাবেন। খাদ্য ও ফলমূল ব্যবসায় ভালো রোজগার হবে। বিকালে বিদেশ থেকে শুভ সংবাদ আসবে। শুভ সংখ্যা: ৫৭ আরও পড়ুন- দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখতে চান? এবার গঙ্গার ধারে সালকিয়ায় দেখে নিন একসঙ্গে! বৃষ/ Taurus রাশিফল Rashifal আজকের দিনটি ব্যক্তি জীবনে উন্নতির দিন। শান্তি ও ধৈর্য্য বজায় রাখলে সব কাজেই সাফল্য আসবে। বিকেলে ব্যবসায় অগ্রগতি ও সঞ্চয়ে সফলতা পাবেন। শুভ সংখ্যা: ৭৯ আরও পড়ুন- নারকেলেই জাদু, মাত্র ২ মিনিটে ঘরে বসেই করুন চুল কালো! মিথুন/ Gemini রাশিফল Rashifal আয় রোজগারে মিশ্র দিন। ব্যয় বৃদ্ধি হতে পারে, তবে বিদেশযাত্রার সম্ভাবনা জাগবে। বিকালে সাফল্য ও সামাজিক সম্মান লাভের যোগ। শুভ সংখ্যা: ৬০ আরও পড়ুন- মাত্র ৫ মিনিটে বাঙালি রান্না, ঘরে ঝটপট বানান মচমচে ব্রেকফাস্ট, স্বাদ হবে রেস্তোরাঁর মত! কর্কট/ Cancer রাশিফল Rashifal ভাই-বোনের সাহায্য পাবেন। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। বিকালে দূরযাত্রার সুযোগ আসবে। ট্রাভেল সংক্রান্ত ব্যবসায় লাভ। শুভ সংখ্যা: ৮৭ আরও পড়ুন- ওষুধ ছাড়াই দ্রুত কমান রক্তচাপ, কাজে লাগান এই ৫ সহজ উপায়! সিংহ/ Leo রাশিফল Rashifal পিতার সহযোগিতা পাবেন, অফিসে সম্পর্কের উন্নতি হবে। গৃহস্থালি কাজে ব্যস্ত থাকবেন। বিকালে আয় বৃদ্ধি ও বন্ধুদের সাহায্য মিলবে। শুভ সংখ্যা: ১১ কন্যা/ Virgo রাশিফল Rashifal ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। বিদেশে জীবিকার সম্ভাবনা দেখা দেবে। শুভ সংখ্যা: ২৪ তুলা/ Libra রাশিফল Rashifal ঝুঁকিপূর্ণ কাজে সফলতা মিলবে। পাওনাদারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে। উচ্চশিক্ষা বা বিদেশযাত্রার শুভ সুযোগ আসবে। শুভ সংখ্যা: ৩৬ বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal দাম্পত্য জীবনে সুখ ও আর্থিক স্থিতি আসবে। বিকালে দূরযাত্রায় সামান্য ঝুঁকি দেখা দিতে পারে। শুভ সংখ্যা: ৯৯ ধনু/ Sagitarious রাশিফল Rashifal সকালে শুভ সংবাদ, বিকালে দাম্পত্য সুখ বৃদ্ধি। অংশীদারী ব্যবসায় লাভের সম্ভাবনা। শুভ সংখ্যা: ৪২ মকর/ Capricorn রাশিফল Rashifal প্রেম-সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে মেধাবীদের জন্য দিন শুভ। বিকালে শরীরচর্চা ও বিশ্রামে মন দিন। শুভ সংখ্যা: ২৬ কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal বাড়িতে আত্মীয় আগমন ও সম্পত্তি সংক্রান্ত ঝামেলা মিটবে। মায়ের আশীর্বাদে কাজের সাফল্য। প্রেমে সুখ পাবেন। শুভ সংখ্যা: ৩২ মীন/ Pisces রাশিফল Rashifal ছোট ভাই-বোনের আগমন আনন্দ দেবে। প্রতিবেশীর অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বিকালে কাজের প্রশংসা ও সম্মান পাবেন। শুভ সংখ্যা: ৬৮ আজ চন্দ্র বৃষ রাশিতে, বিকাল ৫টা ০১ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। তৃতীয়া দুপুর ১২টা ৩৭ পর্যন্ত থাকবে। তারপরে চতুর্থী তিথি শুরু হবে।
কেমন যাবে আপনার শনিবার? জেনে নিন রাশিফল
Horoscope Today on November 08 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
পুকুর বুজিয়ে প্রাসাদ! কামারহাটির ‘ত্রাস’জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙতে সময় বেঁধে দিল আদালত
শুক্রবার রাতেই তার বাড়িতে পুরসভার নোটিস দেওয়া হয়েছে বলে খবর।
Bangeshwar Mahadev Temple: হাওড়ার সালকিয়ার বাঁধাঘাট অঞ্চলে গঙ্গার তীরে তৈরি হয়েছে এক নতুন আধ্যাত্মিক আকর্ষণ— বঙ্গেশ্বর মহাদেব মন্দির। এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ একসঙ্গে দেখতে পাওয়া যায়। ৫১ ফুট উচ্চতার মহাদেব এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হল ৫১ ফুট উচ্চতার মহাদেব মন্দির, যার গর্ভগৃহে বিরাজ করছেন শিবশম্ভু বঙ্গেশ্বর মহাদেব। আশপাশে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং ১২টি ছোট শিবমন্দির— এই শিবলিঙ্গগুলো ভারতের ১২ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ হিসেবে নির্মিত। দেবোত্তর প্রাঙ্গণটি আধুনিক স্থাপত্যে সাজানো হলেও, গঙ্গার তীরে এর উপস্থিতি এক গভীর আধ্যাত্মিক শান্তির পরিবেশ তৈরি করেছে। আরও পড়ুন- নারকেলেই জাদু, মাত্র ২ মিনিটে ঘরে বসেই করুন চুল কালো! মন্দিরটি হাওড়া স্টেশন থেকে তিন কিলোমিটারেরও কম দূরে। অটো, টোটো বা লোকাল ক্যাব — সব মাধ্যমেই সহজে পৌঁছে যাওয়া যায়। যাঁরা হাওড়া, লিলুয়া বা সালকিয়া অঞ্চলে থাকেন, তাঁদের জন্য এটি সপ্তাহান্তের চমৎকার ট্যুর। আরও পড়ুন- দক্ষিণ কলকাতার রহস্যময় ডাকাত কালীবাড়ি, কাহিনি শুনলে পুরো গায়ে কাঁটা দেবে! মন্দিরে প্রবেশ করলে চোখে পড়ে গঙ্গার পাড় ঘেঁষে সাজানো পরিচ্ছন্ন মন্দির প্রাঙ্গণ। প্রতিটি জ্যোতির্লিঙ্গের পাশে সুনিপুণ নামফলক ও বর্ণনা লেখা রয়েছে। যদিও স্থাপত্যে কিছুটা উত্তর ভারতীয় প্রভাব দেখা যায়, তবে বঙ্গেশ্বর মন্দিরের পরিবেশ শান্ত, ভক্তিপূর্ণ ও মনোমুগ্ধকর। আরও পড়ুন- মাত্র ৫ মিনিটে বাঙালি রান্না, ঘরে ঝটপট বানান মচমচে ব্রেকফাস্ট, স্বাদ হবে রেস্তোরাঁর মত! সন্ধ্যার আরতি সময় শিবস্তবের ধ্বনি গঙ্গার জলে প্রতিফলিত হয় — যা এক অপার্থিব অনুভূতি তৈরি করে। মন্দির খোলা থাকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত, বিশেষ পূজা হয় সোমবার, একাদশী, মহাশিবরাত্রিতে। গঙ্গাস্নানের ঘাট মন্দিরের ঠিক সামনেই। যাঁরা হাওড়া (Howrah) বা কলকাতা (Kolkata) থেকে একদিনের ছোট্ট আধ্যাত্মিক ভ্রমণে যেতে চান, তারা এই মন্দির ভ্রমণ উপভোগ করবেন। এখানে ফটোগ্রাফি অনুমোদিত, তবে গর্ভগৃহে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। আরও পড়ুন- ওষুধ ছাড়াই দ্রুত কমান রক্তচাপ, কাজে লাগান এই ৫ সহজ উপায়! রাজ্যে বর্তমানে মন্দিরের প্রতি আকর্ষণ বাড়ছে। বিভিন্ন জায়গায় নানারকম মন্দির তৈরি হচ্ছে। দিঘায় জগন্নাথমন্দির ইতিমধ্যেই তৈরি হয়েছে। যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার হাওড়া স্টেশনের কাছে বঙ্গেশ্বর মন্দির ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
SIR: যেখান সেখান থেকে করা যাবে না এনুমারেশন ফর্ম, স্পষ্ট জানাল কমিশন
SIR: কোথাও আবার বাড়ি বাড়ি নয় ক্লাসরুমে বসেই কাজ সারতে দেখা যায় বিএলও-কে। স্কুলের মধ্যেই বিলি হল এনুমারেশন ফর্ম। এসব নিয়ে চাপানউতোরের মধ্যেই নির্বাচন কমিশন যে চরম ক্ষুদ্ধ তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিল।
Malda: মুদি দোকানের সামনে বসে ফর্ম বিলি BLO-র, গ্রামবাসীরা প্রশ্ন করলেই শুরু বচসা
Malda: অভিযোগ, পাচলা বুথের বিএলও মোস্তাদ প্রথম ও দ্বিতীয় দিন মুদিখানার সামনে বসে ফর্ম বিতরণ করেছেন বিএলও মোস্তাদ হোসেন। ফর্ম নিতে সেখানে শতাধিক মানুষ ভিড় জমান। প্রচুর উদ্বিগ্ন ভোটারের ভিড় জমে যাওয়ায় শুরু হয় বিশৃঙ্খলা।
SSC 2025 Result Out: এখনও রেজাল্ট দেখতে বিভ্রাট, এসএসসি-র ফলাফলের দিকে তাকিয়ে যোগ্য চাকরিহারারা
SSC 2025 Result Out: https://westbengalssc.com-এই ওয়েবসাইটে রেজ়াল্ট দেখা যাবে। কমিশন সূত্রে জানানো হচ্ছে, রেজাল্ট আপলোড করতে গিয়ে সমস্যা হচ্ছে। তাই ওয়েবসাইটে পৌঁছানো যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে ফল দেখা যাবে।
Primary Teacher: প্রাথমিকে শিক্ষকের ঘাটতি মেটাতে বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের
Primary Teacher: শিক্ষা দফতরের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, নিজের জেলায় বদলি করা হবে, তাঁকে বাড়ির পাশের স্কুলটাতেই বদলি করা হবে, তেমনটা নয়। সারা রাজ্যে দু’হাজারেরও বেশি প্রাথমিক স্কুল ভুগছে শিক্ষক শূন্যতায়।
Top 5 Sports News: শুক্রবার (৭ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর বাড়িতে ফিরলেন রিচা ঘোষ। অন্যদিকে, সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। এদিকে আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হার স্বীকার করল পাকিস্তান ক্রিকেট দল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই৫ সেরা খবর। বাড়ি ফিরলেন রিচা ঘোষ অবশেষে হল প্রতীক্ষার অবসান। শিলিগুড়িতে পা রাখলেন বাংলার তারকা ক্রিকেটার রিচা ঘোষ (Richa Ghosh)। শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টা নাগাদ বাগডোগরা বিমান বন্দরে আসেন রিচা। বিমান বন্দরের ঠিক বাইরেই একটি হুড খোলা জিপ তাঁর জন্য রাখা ছিল। সেই গাড়িতে সামনের সিটে বসেন রিচা। রওনা দেন বাড়ির পথে। পড়ে নিন বিস্তারিত: Richa Ghosh Felicitation: হুড খোলা গাড়িতে চাপিয়ে 'বরণ' রিচাকে, জনজোয়ারে ভাসছে শিলিগুড়ি মানবিক রূপ প্রধানমন্ত্রীর গত বুধবার (৫ নভেম্বর) নিজের বাসভবনে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের (Indian Women Cricket Team) সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী নিজের হাতে করে ক্রিকেটারদের মিষ্টি খাওয়ান। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চোটে কাহিল প্রতীকা রাওয়ালের (Pratika Rawal) জন্য তিনি নিজে খাবার সার্ভ করছেন। পড়ে নিন বিস্তারিত: Narendra Modi Latest News: হুইল চেয়ারে বসে প্রতীকা, খাবার এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী! ভাইরাল ভিডিও দুরমুশ পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে দুর্দান্ত শতরান হাঁকালেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক (Quinton De Kock)। অবসর ভেঙে ফেরার পর তিনি যে এমন খেলা দেখাবেন, তা কেউ কল্পনা করেননি। পাশাপাশি পাকিস্তান এই ম্য়াচে ৮ উইকেটে হেরে যায়। ব্যাপারটা নিয়ে বিশ্ব ক্রিকেটে ইতিমধ্যে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে। পড়ে নিন বিস্তারিত: Pakistan Cricket Team: মুখ থুবড়ে পড়ল পাকিস্তান, থেঁতো করে দিলেন এই তারকা ক্রিকেটার! বড় ধাক্কা খেলেন হাসিন জাহান সম্প্রতি হাসিন জাহান (Hasin Jahan) তাঁর খোরপোশের অঙ্ক বাড়ানোর জন্য একটি পিটিশন দাখিল করেছিলেন। এবার আদালত এই পিটিশনের উপর একটি নোটিশ জারি করেছে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, 'প্রতি মাসে ৪ লাখ টাকার অঙ্কটা কি নেহাতই কম? পড়ে নিন বিস্তারিত: Mohammed Shami Controversy: সুপ্রিম কোর্টে 'বড় ধাক্কা' হাসিনের, এবার কী করবেন সামি পত্নী? বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের ৪ ম্য়াচেই জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, শেষ ম্য়াচে হয়ত তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। যদি বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়, সেক্ষেত্রে হর্ষিত রানা হয়ত প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। পড়ে নিন বিস্তারিত: IND vs AUS 5th T20I, Playing XI: বাদের খাতায় তারকা ক্রিকেটার! চরম সিদ্ধান্ত নিতে চলেছেন সূর্যকুমার
SIR fear |ভোটার তালিকায় নাম ভুল! এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা যুবকের
হরিশ্চন্দ্রপুরঃ এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার চেষ্টা! এবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার অধীন নাজিরপুর বাগমারা এলাকায়। পরিবারের দাবি, ভোটার তালিকায় নিজের নাম ভুল থাকায় আতঙ্কে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন রাজেশ মোহাম্মদ নামে এক যুবক। বর্তমানে তিনি চাঁচল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। রাজেশকে দেখতে হাসপাতালে গিয়েছেন মন্ত্রী তজমুল হোসেন। জানা গিয়েছে, ভোটার তালিকায় রাজেশ মোহাম্মদের নাম রয়েছে […] The post SIR fear | ভোটার তালিকায় নাম ভুল! এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা যুবকের appeared first on Uttarbanga Sambad .
সপ্তাহান্তে যাত্রী ভোগান্তি চরমে উঠবে, শিয়ালদার এই রুটে বাতিল একাধিক লোকাল ট্রেন
সপ্তাহান্তে যাত্রী ভোগান্তি চরমে ওঠার আশঙ্কা। শিয়ালদার এই রুটে বাতিল একাধিক লোকাল ট্রেন। আগামী শনিবার থেকে রবিবার পর্যন্ত ৬ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের কথা ঘোষণা করেছে পূর্ব রেল। যার জেরে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন ফলে শিয়ালদা শাখার এই রুটে সপ্তাহান্তে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হবে যাত্রীদের। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে বারাসত–হাসনাবাদ শাখার সন্ডালিয়া স্টেশনে ট্র্যাফিক ব্লক থাকবে ৮ নভেম্বর রাত ১১টা ১৫ মিনিট থেকে ৯ নভেম্বর ভোর ৫টা ১৫ মিনিট পর্যন্ত। এর ফলে ওই শাখায় একাধিক লোকাল ট্রেনের পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, ৮ নভেম্বর (শনিবার) শিয়ালদহ-হাসনাবাদ আপ ৩৩৫৩৩ এবং ডাউন ৩৩৫৩৮ ট্রেন, তাছাড়া বারাসত–হাসনাবাদ আপ ৩৩৩২৫ ও ডাউন ৩৩৩২০ ট্রেন বাতিল থাকবে। একইভাবে, ৯ নভেম্বর (রবিবার) শিয়ালদহ–হাসনাবাদ আপ ৩৩৫১১ ও ডাউন ৩৩৫১২ ট্রেন, এবং বারাসত–হাসনাবাদ আপ ৩৩৩১১ ও ডাউন ৩৩৩১২ ট্রেনও বাতিল করা হয়েছে। এছাড়া, ৯ নভেম্বর বারাসত–হাসনাবাদ লোকাল (৩৩৩১৩) সকাল ৫টা ২০ মিনিটে বারাসত থেকে ছাড়বে, যা আগে ছাড়ার সময় ছিল সকাল ৫টা। অপরদিকে, হাসনাবাদ–শিয়ালদহ লোকাল (৩৩৫১৪) হাসনাবাদ থেকে ছাড়বে সকাল ৫টা ২০ মিনিটে, যা আগে ছাড়ার কথা ছিল সকাল ৪টা ৪৮ মিনিটে। আরও পড়ুন- FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন “মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও তিন সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে? চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ ‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে
Coconut Hair Dye Hack: নারকেলেই জাদু, মাত্র ২ মিনিটে ঘরে বসেই করুন চুল কালো!
Coconut Hair Dye Hacks: চুলে পাকা রং দেখা মানেই অনেকের মন খারাপ! ২০–২৫ বছর বয়সেই চুলে সাদাভাব দেখা গেলে আত্মবিশ্বাস এমনিতেই কমে যায়। বাজারে পাওয়া রংগুলির বেশিরভাগেই থাকে রাসায়নিক। যা দীর্ঘমেয়াদে চুলকে ক্ষতিগ্রস্ত করে। তাই আজ জানুন, একটুকরো নারকেল ব্যবহার করে কীভাবে মাত্র ২ মিনিটে চুল কালো করা যায়। তা-ও সম্পূর্ণ নিরাপদ এবং ঘরোয়া উপায়ে। এজন্য কী লাগবে? ১ কাপ নারকেলের টুকরো, ১ মুঠো কারি পাতা, ১ টেবিল চামচ কফি পাউডার, ২ টেবিল চামচ নারকেল তেল বা সামান্য জল। প্রশ্ন হল যে এগুলো দিয়ে কীভাবে এই হেয়ার ডাই বানাবেন? তাহলে জেনে নিন কায়দাটা। নারকেল ছোট ছোট টুকরো করে কেটে নিন। আরও পড়ুন- একটি গানের দুটি শব্দ, কীভাবে ভারতের জাতীয় আন্দোলনের স্লোগান হয়ে উঠল বন্দে মাতরম? লোহার কড়াইয়ে নারকেলের টুকরো ভাজুন যতক্ষণ না রঙ হালকা বাদামি হয়। তারপর এতে কারিপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। ঠান্ডা হলে ভালোভাবে পিষে নিন। এরপর কফি পাউডার মিশিয়ে আবার পিষে মিশ্রণ তৈরি করুন। আরও পড়ুন- মাত্র ৫ মিনিটে বাঙালি রান্না, ঘরে ঝটপট বানান মচমচে ব্রেকফাস্ট, স্বাদ হবে রেস্তোরাঁর মত! ব্যবহার করার পদ্ধতি মিশ্রণটি একটি পাত্রে নিয়ে এতে নারকেল তেল বা জল মিশিয়ে নিন। ব্রাশ বা হাতে নিয়ে চুলে ভালোভাবে লাগান। ৩০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার ব্যবহার করলে চুল ধীরে ধীরে কালো, নরম ও উজ্জ্বল হবে। এতে চুলের স্বাভাবিক রং ফিরবে। চুল পড়া কমবে। মাথার ত্বকে পুষ্টি বাড়বে। রাসায়নিক ছাড়াই চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরবে। আরও পড়ুন- ওষুধ ছাড়াই দ্রুত কমান রক্তচাপ, কাজে লাগান এই ৫ সহজ উপায়! সামান্য অর্থ আর অল্প পরিশ্রমেই যদি আপনার চুল কালো হয়ে যায়, তবে অযথা বেশি পরিশ্রম করে, বেশি খরচা করে চুল কালো করাতে যাবেন কেন? তাই অনায়াসে ব্যবহার করতে পারেন এই নারকেলের ভেষজ হেয়ার ডাই। এতে আপনার চুলও থাকবে ভালো। আর, খরচও হবে কম। আরও পড়ুন- হজম থেকে চুলের জেল্লা, পান্তা ভাতের গুণ শুনলে অবাক হয়ে যাবেন! সতর্কতা এই ঘরোয়া টিপসটি শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে দেওয়া হল। যদি চুল বা ত্বকের সমস্যা থাকে, তাহলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞ বা হেয়ার স্পেশালিস্টের পরামর্শ নিন।
Healthy lifestyle |ঘুম থেকে উঠেই চা-কফি খান? রোজ করুন এই ৫ অভ্যেস
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সকালে ঘুম থেকে উঠেই কি চা-কফি খান? এই অভ্যেস প্রায় প্রত্যেকেরই রয়েছে। কিন্তু তার পরিবর্তে দৈনন্দিন রুটিনে সামান্য কয়েকটি পরিবর্তন করলে শরীর ও স্বাস্থ্য(Healthy lifestyle) দুইই ভাল থাকবে। তাহলে জেনে নিন কি করবেন। ১) কিশমিশ এবং কেশর শরীরের পক্ষে উপকারী। ৬-৮টি কিশমিশ এবং দুটো কেশর গরম জলে সারা রাত ভিজিয়ে রাখতে […] The post Healthy lifestyle | ঘুম থেকে উঠেই চা-কফি খান? রোজ করুন এই ৫ অভ্যেস appeared first on Uttarbanga Sambad .
প্রকাশিত SSC একাদশ-দ্বাদশের ফল, ‘দুশ্চিন্তার কোনো কারণ নেই’, চাকরিহারাদের আশ্বাস ব্রাত্যর
শুক্রবার ফলপ্রকাশের পর বেশ কিছুক্ষণের জন্য ওয়েবসাইটে সমস্যা হলেও তা কেটে যায়।
Calcutta High Court On SSC: দু’টি স্তর মিলিয়ে শূন্যপদ ৩৫ হাজার ৭২৬টি। তার মধ্যে একাদশ ও দ্বাদশের ১২ হাজার ৫১৪টি শূন্যপদ রয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন দু’লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তার মধ্যে ৩ হাজার ১২০ জন বিশেষ ভাবে সক্ষম। ৯৩ শতাংশ পরীক্ষায় বসেছিলেন।
নাম বিভ্রাটে রোগিনীর শরীরে ভুল গ্রুপের রক্ত, মৃত্যুতে তোলপাড়,কাঠগড়ায় নামি সরকারি হাসপাতাল
দুই রোগীর নাম এক। কিন্তু পদবি আলাদা।তবুও তাদের নাম নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপতালে ঘটে যায় বিভ্রাট। সেই বিভ্রাটের জেরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা নমিতা মাঝির জন্য আনা রক্ত দেওয়া হয়ে যায় নমিতা বাগদীকে। এতেই ঘটে যায় মহা বিপত্তি। নমিতা বাগদী শুক্রবার ভোরে বর্ধমান হাসপাতালে নমিতা বাগদী মারা যান । এই ঘটনা নিয়ে চিকিৎসা গাফিলতির অভিযোগ এনে মৃতার ছেলে বর্ধমান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সুপার তাপস ঘোষ এদিন বলেন, নমিতা বাগদী সাপে কাটা অবস্থায় গত সপ্তাহে ভর্তি হয়ে ছিলেন।তাঁর চিকিৎসা চলছিল।ভুল করে তার শরীরে অন্য গ্রুপের রক্ত দেবার অভিযোগ পেয়েছি। মৃতার দেহের ময়নাতদন্ত হবে।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পেলে বিষয়টি পরিস্কার হবে। পাশাপাশি মৃতার পরিবারের দায়ের করা অভিযোগেরও। তদন্ত করা হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,নমিতা বাগদী বাড়ি জেলার আউশগ্রাম থানার দিগনগর গ্রামে। সাপে কামড়ানোর চিকিৎসার জন্য সপ্তাহ খানেক আগে তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিহয়েছিলেন। তাঁর রক্তের গ্রুপ বি-পজিটিভ। আর নমিতা মাঝির বাড়ি ভাতারের তুলসীডাঙ্গা গ্রামে। রক্তাল্পতায় ভোগা নমিতা মাঝি গত শনিবার সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। তাঁর রক্তের গ্রুপ এ-পজিটিভ। নমিতা বাগদীর ছেলে রাহুল জানান ,সাপের কামড়ের চিকিৎসা শুরু হওয়ার পর তাঁর মা ভালই ছিল। নার্সদের ভুলে তার মায়ের প্রাণ চলে গেল। সেদিন ভুল গ্রুপের বক্ত মাকে দেবার পর থেকে মায়ের শরীর খারাপ হতে শুরু করে। মাকে আই সি ইউ(ICU) তে রাখা হয়। বৃহস্পতিবার মা ভালভাবেই ডায়ালেসিস নেয়। কিন্তু রাতে হঠাৎ করেই তাঁর মায়ের শ্বাসকষ্ট শুরু হলে ফের আই সি ইউ (ICU) তে নিয়ে যেতে হয় । মা মারা যাওয়ার কথা শুক্রবার ভোরে হাসপাতাল করৃতৃপক্ষ তাকে জানায় । হাসপাতালের নার্সদের ভুলেই তাঁর মাকে প্রাণ খোয়াতে হল বলে ছেলে রাহুল বাগদী অভিযোগ করেছেন।মেয়ে নমিতার মৃত্যুর জন্য বাবা দুকড়ি বাগদীও একই অভিযোগ করেছেন। এমন ঘটনা প্রসঙ্গে বর্ধমান হাসপাতালে ভর্তি হওয়া অপর রোগী নমিতা মাঝির ছেলে সঞ্জিত মাঝি বলেন,হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের পরিবারের লোকজনকে দুটি কাগজ দিয়ে ব্ল্যাড ব্যাঙ্ক থেকে রক্ত আনতে বলে। নমিতা মাঝির ছেলে সঞ্জিত মাঝি বলেন,“ব্ল্যাড ব্যাঙ্ক থেকে রক্ত আনার পর নার্স সেই রক্ত নমিতা মাঝির বদলে নমিতা বাগদী নামে অন্য রোগীর শরীরে প্রয়োগ করান। এতেই নমিতা বাগদী অসুস্থ হয়ে পড়েন। তখন টনক নড়ে নার্সের । ততক্ষণে অন্য গ্রুপের অনেকটা রক্ত নমিতা বাগদীর শরীরে চলে যায় । তার কারণে নমিতা বাগদী অসুস্থ হয়ে পড়েন। আরও পড়ুন- FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন “মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও তিন সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে? চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ ‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে
Khoribari |জাতীয় সড়কে ২২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৩
খড়িবাড়ি: খড়িবাড়িতে(Khoribari) বাংলা-বিহার সীমানায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী টোটো থেকে ২২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৩ মহিলা। ধৃতদের নাম শেফালী সিংহ, আরতি সরকার এবং কাজলী রায়। তারা সকলেই গজোলডোবার ঠাকুর নগরের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে ভালুকগাড়া ৩২৭ নং জাতীয় সড়ক থেকে টোটোটিকে আটক করে খড়িবাড়ি(Khoribari) পুলিশ। ৩ মহিলা পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকায় […] The post Khoribari | জাতীয় সড়কে ২২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৩ appeared first on Uttarbanga Sambad .
এভাবেও বরফ হয়! ৩৪ হাজার হাতির ‘চাপ’নিয়ে নয়া তত্ত্ব জানালেন বিজ্ঞানীরা
কোরিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড সায়েন্সের গবেষকদলের 'অভূতপূর্ব' আবিষ্কার।
Health tips |বিটরুট খাওয়ায় উপকারিতা জেনে নিন, যেভাবে বিটরুট খাওয়া কিডনির জন্য নিরাপদ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিটরুটকে বলা হয় সুপারফুড। এতে আছে প্রচুর উপকারী পুষ্টি উপাদান। হৃৎপিণ্ড সুস্থ রাখে, শরীরে শক্তি জোগায়, প্রদাহ সৃষ্টিতে বাধা দেয়। বিটরুট খাওয়া এত উপকারী হলেও বেশি খাওয়া কিডনির জন্য বিপদ ডেকে আনতে পারে। জেনে নিন কিভাবে খাবেন। বিটরুটে প্রচুর পরিমাণে নাইট্রেট আছে। নাইট্রেট রক্তনালিকে শিথিল করে। এতে রক্তসঞ্চালন সহজ হয়। তাই […] The post Health tips | বিটরুট খাওয়ায় উপকারিতা জেনে নিন, যেভাবে বিটরুট খাওয়া কিডনির জন্য নিরাপদ appeared first on Uttarbanga Sambad .
Quick Bengali Breakfast: সকালের ব্রেকফাস্ট হোক বা বিকেলের টিফিন— একদম সহজ এবং স্বাস্থ্যকর একটি পদ হল ভেজ টোস্ট (Veg Toast)। বানাতে মাত্র ৫ মিনিট সময় লাগবে। আর, অত্যন্ত সহজ কায়দায় বানানো যায়। ফলে, যে কেউ এটা বানাতে পারেন। এতে পেটও ভরবে। আবার, মনও ভরবে। কী লাগবে? পাউরুটির সঙ্গে নানা সবজি মেশানো এবং বেসন মাখা এই রেসিপিটি শুধু সুস্বাদুই নয়, পুষ্টিকরও। মাল্টিগ্রেন বা ব্রাউন পাউরুটি – ৪ টুকরো, বেসন – হাফ কাপ, পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি – ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা কুচি – ১ চা চামচ, ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ, নুন – স্বাদমতো, লঙ্কাগুঁড়ো – ১/২ চা চামচ, জল – প্রয়োজন মতো, তেল – ভাজার জন্য আরও পড়ুন- ওষুধ ছাড়াই দ্রুত কমান রক্তচাপ, কাজে লাগান এই ৫ সহজ উপায়! কীভাবে বানাবেন? বড় বাটিতে বেসন নিন। সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচি মিশিয়ে দিন। নুন ও লঙ্কাগুঁড়ো মিশিয়ে দিন। ধীরে ধীরে জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সেটা খুব পাতলাও হবে না। আবার খুব ঘনও হবে না। মিশ্রণটি এমন হওয়া উচিত যে তা পাউরুটির ওপর ভালোভাবে লেগে থাকবে। আরও পড়ুন- হজম থেকে চুলের জেল্লা, পান্তা ভাতের গুণ শুনলে অবাক হয়ে যাবেন! ভাজার কায়দা প্রতিটি পাউরুটি ত্রিভুজ আকারে কেটে নিন। টুকরোগুলি বেসনের মিশ্রণে ডুবিয়ে গরম তেলে ভেজে নিন। দুই দিক সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। গরম গরম ভেজ টোস্ট পরিবেশন করুন টমেটো সস বা সবুজ ধনেপাতার চাটনির সঙ্গে। চা বা কফির সঙ্গে এটি একেবারে পারফেক্ট স্ন্যাক। আরও পড়ুন- একটি গানের দুটি শব্দ, কীভাবে ভারতের জাতীয় আন্দোলনের স্লোগান হয়ে উঠল বন্দে মাতরম? বেসন প্রোটিনে ভরপুর, তাই এটি পেট ভরায় এবং দীর্ঘ সময় খিদে লাগতে দেয় না। সবজি শরীরকে ভিটামিন ও ফাইবার দেয়। কম তেলে ভাজলে এটি ডিপ ফ্রাই খাবারের তুলনায় অনেক স্বাস্থ্যকর। আপনি চাইলে ব্যাটারে মেশানো গাজর বা টমেটোও দিতে পারেন। এয়ার ফ্রায়ারে বানালে এটি আরও হালকা এবং হেলদি হবে। বাচ্চাদের জন্য চিজ ছড়িয়ে বানালে আরও আকর্ষণীয় লাগবে। আরও পড়ুন- স্বাধীনতা আন্দোলনে 'চরমপন্থী ত্রয়ী'-র অন্যতম, গান্ধির সঙ্গে ছিল বিরোধ, স্মরণে বিপ্লবী নেতা বিপিন পাল ভেজ টোস্ট এমন এক রেসিপি যা একদিকে হেলদি, অন্যদিকে সুস্বাদু। মাত্র ১৫ মিনিটে তৈরি এই খাবার আপনার প্রতিদিনের ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনে এনে দিতে পারে নতুনত্ব। চাইলে এই একই ব্যাটার দিয়ে বেসন চিলা (besan cheela) বা ভেজিটেবল প্যানকেক (vegetable pancake)ও বানাতে পারেন!
Cabbage Bharta Recipe: একঘেয়ে তরকারি ভুলুন, বাড়িতে সহজে বানান বাঁধাকপির ভর্তা
শীতকাল মানেই তাজা সবজির ভাণ্ডার! তার মধ্যে বাঁধাকপি এমন এক সবজি, যা পুষ্টিতেও ভরপুর আর রান্নায়ও সহজলভ্য। কিন্তু বাঁধাকপির তরকারি খেতে খেতে অনেকের একঘেঁয়ে লাগে। এ বার তাই বাঁধাকপি দিয়ে বানিয়ে নিতে পারেন অন্য এক রেসিপি।
Sukanta Majumdar: বন্দেমাতরম নিয়ে কী বললেন সুকান্ত?
BJP Leader Sukanta Majumdar: “বাঙালি এই দেশকে যা যা দিয়েছে খুব কম রাজ্য যাঁরা ভারতকে এত কিছু দিয়েছে। ক্ষুদিরাম বসুর মতো ছেলেরা নিজের জীবনকে উৎসর্গ করেছিল ভারত মায়ের পদতলে। সেই বাঙালির অবদানকে বাংলার সরকার কোনও উদযাপনই করছে না।” এ ভাষাতেই বাংলার সরকারকে আক্রমণ সুকান্তর।
শেষ দেখা! জারিন খানের অন্তিম যাত্রায় ভেঙে পড়লেন জায়েদ খান
শেষ শ্রদ্ধা জানাতে কারা এলেন?
Beauty tips |পার্লারে না গিয়ে ঘরেই যত্ন করুন নখের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ একে অফিসের ব্যস্ততা। তার উপর আবার বাড়ির কাজ। সবমিলিয়ে পার্লারে যাওয়ার সময় নেই। এদিকে হাতের অবস্থা খারাপ। তবে এর জন্য রয়েছে কিছু সহজ উপায়। পার্লারে না গিয়ে বাড়ি বসেই পেতে পারেন নরম হাত। সহজ কয়েকটি কৌশল অবলম্বন করলেই হতে পারে সমস্যার সমাধান(Beauty tips) ১। দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকলে প্রথমেই […] The post Beauty tips | পার্লারে না গিয়ে ঘরেই যত্ন করুন নখের appeared first on Uttarbanga Sambad .
Gardening in Winter: ঠান্ডা হাওয়ায় ফুলের মেলা, শীতের বাগানে কোন গাছ রাখবেন জেনে নিন
শহরের ছোট বারান্দা হোক বা গ্রামের উঠোন... সঠিক গাছ বেছে নিলেই শীতকালকে (Winter) করা যায় রঙ ও ঘ্রাণে ভরপুর। চলুন এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক শীতকালে আপনার বাগানের শোভা বাড়াতে পারে কোন কোন ফুলের গাছ।
Top 5 Breaking News WB: ঘরে ফিরলেন প্রথম বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া। দীর্ঘ প্রতিক্ষার অপেক্ষা। বাগডোগরা বিমানবন্দরে নামলেন বিশ্বজয়ী রিচা ঘোষ। বিমান বন্দরের বাইরে যেন আবেগের বিস্ফোরণ। ফুল দিয়ে সাজানো হুড খোলা জিপে বসে থাকা রিচাকে দেখতে মানুষের উপচে পড়া ঢল। রাজ্যের সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুলে এবার থেকে বাধ্যতামূলকভাবে গাওয়া হবে রাজ্যগান ‘বাংলার মাটি, বাংলার জল’। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।নির্দেশিকায় বলা হয়েছে, “উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল স্কুলের প্রধানদের জানানো হচ্ছে, প্রতিদিন সকালের প্রার্থনাসভায় রাজ্যগান ‘বাংলার মাটি, বাংলার জল’ নিয়মিতভাবে গাওয়া বাধ্যতামূলক।” এই সিদ্ধান্তের কথা সামাজিক মাধ্যম X (পূর্বতন টুইটার)-এ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ১৯০৫ সালের গান ‘বাংলার মাটি, বাংলার জল’ এখন থেকে রাজ্যের সরকারি ও সরকারপোষিত সমস্ত স্কুলের প্রার্থনাসভার সূচনাতেই গাওয়া হবে।” কলকাতা জুড়ে ফের চাঞ্চল্যকর তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে একযোগে অন্তত সাতটি জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। সূত্রের খবর, তিনজন প্রভাবশালী ব্যবসায়ী — জগজিৎ সিংহ, বিষ্ণু মুন্দ্রা ও আজমল সিদ্দিকীর হোটেল, রেস্তোরাঁ, পানশালা ও আবাসস্থলে চলছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, সল্টলেকের BH ব্লক-সহ কলকাতার একাধিক বিলাসবহুল রেস্তোরাঁ ও পানশালায় হানা দিয়েছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে ইডি সূত্রের দাবি, এই হোটেল ও পানশালাগুলির আড়ালে চলছিল নারী পাচার এবং বিপুল অর্থ নয়ছয়ের চক্র। ওই তিন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত একাধিক ফার্ম ও সংস্থার আর্থিক লেনদেনের খোঁজও নিচ্ছেন তদন্তকারীরা। রাজ্যে ফের ছড়াল SIR আতঙ্ক। একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে বীরভূম, পূর্ব মেদিনীপুর থেকে হুগলি — রাজ্যের বিভিন্ন প্রান্তে SIR আতঙ্কে মৃত্যু ও আত্মহত্যার অভিযোগ উঠছে। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্ণ! ঐতিহাসিক এই মুহূর্তে দিল্লিতে দেশব্যাপী উদযাপনের সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি এদিন তিনি ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করেন। তৃণমূল সরকারের কড়া সমালোচনার পাশাপাশি এবার নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তমলুকের BJP সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির ভূমিকা এবং কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে মুখ খুলেছেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, “আমি বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলাম একটাই উদ্দেশ্যে — মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো। কিন্তু বিজেপি সেই লক্ষ্যের ধারে কাছেও পৌঁছতে পারেনি।” তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারও এ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে আগ্রহী নয়। আরও পড়ুন- FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন “মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও তিন সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে? চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ ‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে
‘শুভশ্রী প্রচণ্ডভাবে ডিরেক্টর্স অ্যাক্টর’, ‘অনুসন্ধান’সিরিজ নিয়ে আর কী বললেন পরিচালক অদিতি?
'শুভশ্রীকে প্রথমে গল্পটা দু’লাইনে বলেছিলাম', অদিতি রায়।
SIR-এ দুই স্ত্রীকে হারানোর ভয়, গাছ থেকে উদ্ধার হল স্বামীর ঝুলন্ত দেহ
SIR: এসআইআর চালু হতেই আতঙ্ক একেবারে জাঁকিয়ে বসেছিল মনে। কথা বলেছিলেন এলাকার লোকজনের সঙ্গেও। কিন্তু অনেকে অভয় দিলেও ভয় কাটেনি তার মন থেকে। শেষ পর্যন্ত সেই বৃদ্ধির ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ির পাশের গাছ থেকে।
Suvendu Adhikari Vs Bratya Basu: বঙ্কিমচন্দ্র গ্রন্থাগারে বঙ্কিমচন্দ্রের ছবিতে মাল্যদান করেন শুভেন্দু। কিন্তু সেই রাস্তায় যাওয়ার পথে তাঁকে বেগ পেতে হয়। রাস্তায় অবস্থা অত্যন্ত বেহাল। পলেস্তরা বেরিয়ে গিয়েছে। তাতে শুভেন্দু অভিযোগ করেন, তিনি আসবেন, এটা জেনেই রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। এরপর ওই এলাকাতেই একটি অস্থায়ী মঞ্চে ভাষণ রাখেন শুভেন্দু।
ছাব্বিশে পাখির চোখ বনগাঁ, বারাসত, দুই পুরসভায় শাসক বদল করল তৃণমূল
দলীয় নির্দেশ সত্ত্বেও বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ইস্তফা না দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।
Enumeration Form: এনুমারেশন ফর্ম ফিলাপ বাধ্যতামূলক নয় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর জন্য?
SIR: কমিশনের সংজ্ঞা বলছে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী-সাংসদ-বিধায়ক যারা রয়েছেন, যাঁরা ইতিমধ্যেই পরিচিত কমিশনের কাছে তাঁদেরকেই মার্কড ভোটার বলা হয়। তাই তাঁরা এনুমারেশন ফর্ম জমা দিন বা না দিন তাঁদের নাম এমনিই খসড়া তালিকায় উঠবে।
BLA |বিএলএ-র ভূমিকায় সিভিক ভলান্টিয়ার! শোরগোল শুরু হতেই পদক্ষেপ তৃণমূলের
মালবাজার: পেশায় সিভিক ভলান্টিয়ার, অথচ মাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিএলএ হয়ে কাজ করছিলেন সুরজ প্রধান। এহেন ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হতেই দলীয় সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সেই সিভিক ভলান্টিয়ারকে। তৃণমূলের তরফে ওই পার্টের বিএলএ’র (BLA) নতুন নাম পাঠানো হয়েছে প্রশাসন ও দলের কাছে। খোঁজ খবর […] The post BLA | বিএলএ-র ভূমিকায় সিভিক ভলান্টিয়ার! শোরগোল শুরু হতেই পদক্ষেপ তৃণমূলের appeared first on Uttarbanga Sambad .
BLA |বিএলএ-র ভূমিকায় সিভিক ভলান্টিয়ার! শোলগোল শুরু হতেই পদক্ষেপ তৃণমূলের
মালবাজার: পেশায় সিভিক ভলান্টিয়ার, অথচ মাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিএলএ হয়ে কাজ করছিলেন সুরজ প্রধান। এহেন ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হতেই দলীয় সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সেই সিভিক ভলান্টিয়ারকে। তৃণমূলের তরফে ওই পার্টের বিএলএ’র (BLA) নতুন নাম পাঠানো হয়েছে প্রশাসন ও দলের কাছে। খোঁজ খবর […] The post BLA | বিএলএ-র ভূমিকায় সিভিক ভলান্টিয়ার! শোলগোল শুরু হতেই পদক্ষেপ তৃণমূলের appeared first on Uttarbanga Sambad .
‘বাঘ আজ ঘাস খেয়েছে’, দুই ম্যাচ ব্যর্থ হতেই অভিষেক শর্মাকে চরম কটাক্ষ সূর্যর
অধিনায়ক সূর্যর ব্যাটেও রানের দেখা নেই।
Recipe |সময়ের অভাবে খালি পেটে অফিসে যান? ৫ মিনিটেই বানিয়ে নিন সুস্বাদু প্রাতরাশ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সকালে অফিস কিংবা স্কুল, কাজের চাপে না খেয়েই বেরিয়ে পড়েন অনেকে। তবে রোজ এমন চললে শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে। সকালের খাবার(Recipe) সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সেটি এড়িয়ে গেলে চলবে না। বানাতে সময় লাগবে মাত্র ৫ মিনিট, রইল এমন দুটি জলখাবারের(Recipe) হদিস। রুটি র্যাপ একটু বড় আটার লেচি নিয়ে বেলে ফেলুন। […] The post Recipe | সময়ের অভাবে খালি পেটে অফিসে যান? ৫ মিনিটেই বানিয়ে নিন সুস্বাদু প্রাতরাশ appeared first on Uttarbanga Sambad .
মধুমেহ, স্থূলত্ব থাকলে মার্কিন ভিসা নয়! ট্রাম্পের নয়া নির্দেশিকা ঘিরে বিতর্ক
বিদেশিদের আমেরিকায় আসা যে একেবারেই ‘নাপসন্দ’ ট্রাম্পের তা স্পষ্ট হয়ে গিয়েছে আগেই।
Indian Womens Cricket Team |‘তোমরা এখন রোল মডেল’, রিচাদের প্রশংসায় রাষ্ট্রপতি
নয়াদিল্লি: ‘তোমাদের সবার উঠে আসা দেশের নানা প্রান্ত থেকে। ভিন্ন সামাজিক অবস্থান থেকে। এবং ভিন্ন পরিস্থিতি থেকে। তারপরও দল হিসেবে তোমাদের পরিচয় একটাই-ভারত। তোমারা তুলে ধরেছে ভারতের শ্রেষ্ঠ ছবি।’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এভাবেই বর্ণনা করলেন হরমনপ্রীত কাউরের বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার রাষ্ট্রপতি। বিশ্বজয়ের পর গতকাল মোদির সঙ্গে সাক্ষাৎ পর্ব সেরেছিলেন […] The post Indian Womens Cricket Team | ‘তোমরা এখন রোল মডেল’, রিচাদের প্রশংসায় রাষ্ট্রপতি appeared first on Uttarbanga Sambad .
Enumeration Forms: যেখান সেখান থেকে দেওয়া যাবে না এনুমারেশন ফর্ম, স্পষ্ট জানাল কমিশন
SIR: কড়া নির্দেশ চলে গেল জেলাশাসকদের কাছে। এ বিষয়ে সতর্ক না হলে কমিশন যে নিজেই পদক্ষেপ করতে পারে সে কথাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এমনটাই খবর সূত্রের। এদিকে সদ্য নানা প্রান্ত থেকেও কখনও রাস্তার ধারে চায়ের দোকান থেকে কখনও আবার বাসস্ট্যান্ড থেকে ফর্ম বিলির অভিযোগ উঠেছিল।
ফিলিপিন্সকে তছনছ করে ভিয়েতনামে হানা করাল কালমেগির, অন্তত ২০০ জনের মৃত্যু
সর্বোচ্চ ১৪৯ কিমি গতিতে কালমেগি আছড়ে পড়ে ভিয়েতনামে।
Alipurduar: গাড়িতে ছিল ৬৭ জন, স্কুল থেকে ফেরার পথে ভয়ঙ্কর পরিণতি ১২ পড়ুয়ার
Accident in Alipurduar: দুর্ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে দ্রুত বানারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই গাড়িটির গতি খুব বেশি না থাকায় বড় ক্ষতি হয়নি।
প্রেম-রহস্যে ভরা রাজের প্রথম হিন্দি সিরিজ ‘জিদ্দি ইশক’-এর ট্রেলার, ‘পরিণীতা’র সঙ্গে কতটা মিল?
শুক্রবার প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার।
লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দোকানে ডাকাতির ছক! ২০ সেকেন্ডে ১৭ চড় খেলেন মহিলা ‘ডাকাত’
ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Richa Ghosh |রিচার মধ্যে নেতৃত্বের সম্ভাবনা দেখছে আরসিবি, বিক্রির পথে বিরাটদের ফ্র্যাঞ্চাইজি
মুম্বই: বিশ্বজয়ের জের। একের পর এক সংবর্ধনা ও উদযাপনের মধ্যেই নতুন গুরুদায়িত্ব চাপতে চলেছে শিলিগুড়ির রিচা ঘোষের কাঁধে। আগামী বছরের ডব্লিউপিএলের জন্য বৃহস্পতিবার চার ক্রিকেটারকে রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। অধিনায়ক স্মৃতি মান্ধানা, অজি অলরাউন্ডার অ্যালিসা পেরির সঙ্গে রয়েছেন রিচা। এবং রিচার মধ্যে যে ভবিষ্যতের অধিনায়ক হওয়ার সবরকম মশলা রয়েছে তা স্বীকার করে নিয়েছে […] The post Richa Ghosh | রিচার মধ্যে নেতৃত্বের সম্ভাবনা দেখছে আরসিবি, বিক্রির পথে বিরাটদের ফ্র্যাঞ্চাইজি appeared first on Uttarbanga Sambad .
High Blood Pressure Control: ওষুধ ছাড়াই দ্রুত কমান রক্তচাপ, কাজে লাগান এই ৫ সহজ উপায়!
High Blood Pressure Control: উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয়, কারণ এটি ধীরে ধীরে হার্টি, কিডনি আর মস্তিষ্কের ক্ষতি করে। কিন্তু আপনি কি জানেন—ওষুধ ছাড়াও জীবনযাত্রার কিছু পরিবর্তনের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব? থানের জুপিটার হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাঃ অমিত সরাফ বলেন, 'রক্তচাপ কমানোর সবচেয়ে কার্যকর তিনটি উপায় হল লবণ খাওয়া কমানো, শরীরচর্চা বাড়ানো, ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা।' এই পরিবর্তনগুলি ছোট মনে হলেও, এগুলি আপনার রক্তনালীগুলোকে শিথিল করে দেয় এবং হৃদপিণ্ডের ওপর থেকে চাপ কমায়। নিয়মিত এই নিয়মগুলো মেনে চললে এক সপ্তাহের মধ্যেই আপনি পার্থক্যটা টের পাবেন। ১. লবণ (Sodium) কমানোই মূল মন্ত্র অতিরিক্ত সোডিয়াম শরীরে জল ধরে রাখে এবং রক্তচাপ বাড়ায়। তাই প্যাকেটজাত খাবার, আচার, পাপড়, রুটি, রেস্তোরাঁর খাবার আর চাটনি খাওয়া কমান। এর পরিবর্তে বাড়িতে রান্না করা খাবার খান এবং অতিরিক্ত লবণ খাবারের পাতে নেওয়াটা বন্ধ করুন। শাকসবজি, ফল, ডাল, গোটা শস্যদানা এবং দুধের বিভিন্ন কম ফ্যাটযুক্ত খাবারে থাকা পটাসিয়াম কমায় সোডিয়ামের ক্ষতিকর প্রভাব। আরও পড়ুন- হজম থেকে চুলের জেল্লা, পান্তা ভাতের গুণ শুনলে অবাক হয়ে যাবেন! ২. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন দ্রুত হাঁটা রক্তনালীগুলোকে শিথিল করে এবং হৃদয়ের কর্মক্ষমতা বাড়ায়। অফিসে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। সকালে বা সন্ধ্যায় হালকা দৌড়ান। তাতে রক্তসঞ্চালন ভালো হবে। ডা. সরাফ বলেন, 'নিয়মিত হাঁটা আর হালকা ব্যায়াম করলে রক্তচাপ প্রায় ৫-৮ মিলিমিটার (mmHg) পর্যন্ত কমতে পারে।' আরও পড়ুন- একটি গানের দুটি শব্দ, কীভাবে ভারতের জাতীয় আন্দোলনের স্লোগান হয়ে উঠল বন্দে মাতরম? ৩. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন হার্টের ওপর চাপ ফেলে। মাত্র ৪-৫ কেজি ওজন কমলেও রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর পাশাপাশি পেটের চর্বি কমানো হল রক্তচাপ কমানোর সবচেয়ে কার্যকরী কায়দা। কারণ এতে শরীরের ইনসুলিন রেসপন্সও ভালো হয়। আরও পড়ুন- স্বাধীনতা আন্দোলনে 'চরমপন্থী ত্রয়ী'-র অন্যতম, গান্ধির সঙ্গে ছিল বিরোধ, স্মরণে বিপ্লবী নেতা বিপিন পাল ৪. ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন অল্প ঘুম বা অনিয়মিত ঘুম রক্তচাপ বাড়ায়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান। ঘুমের আগে মোবাইল বা টিভি দেখা বন্ধ করুন। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন মানসিক চাপ কমাতে সাহায্য করে। ডা. সরাফ বলেন, 'গভীর ঘুম ও মানসিক ভারসাম্য হার্টকে সুরক্ষা দেয়—এটি যেন ঠিক রক্তচাপের ক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধের মত কাজ করে।' আরও পড়ুন- দক্ষিণ কলকাতার রহস্যময় ডাকাত কালীবাড়ি, কাহিনি শুনলে পুরো গায়ে কাঁটা দেবে! ৫. ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন ধূমপান ও অতিরিক্ত মদ্যপান রক্তচাপ হঠাৎই বাড়িয়ে দেয়। ধূমপান বন্ধ করলে কয়েক দিনের মধ্যেই রক্তচাপের পার্থক্য দেখা যায়, কারণ রক্তনালী সেই সময় স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। ঘরে বসেই রক্তচাপ মেপে নিন বা মনিটর করুন ডিজিটাল BP মেশিন দিয়ে নিয়মিত রক্তচাপ মাপুন এবং রেকর্ড রাখুন। যদি রক্তচাপ ১৪০/৯০ এর ওপরে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। ডা. সরাফের পরামর্শ, 'লবণ কমানো, হাঁটা, ঘুম ও স্ট্রেস ম্যানেজমেন্ট—এই তিনটি অভ্যাস একসঙ্গে চালালে আপনি ওষুধ ছাড়াই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারবেন।' মোদ্দা কথা, রক্তচাপ নিয়ন্ত্রণের মূল তিনটি স্তম্ভ হল — লবণ কমানো, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক ভারসাম্য বজায় রাখা। এই অভ্যাসগুলি শুধু রক্তচাপই নয়, আপনার হৃদয়ের সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
‘স্বপ্নভঙ্গ-বিভ্রান্তিতে ভুগছেন’, দল নিয়ে ‘হতাশা’য় অভিজিৎকে নিশানা তৃণমূলের
বিজেপিতে যোগ দেওয়ার পর বছর ঘুরতেই 'বেসুরো' সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

25 C