Punjabi Lyricist Nimma Loharka: পঞ্জাবি সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন। প্রয়াত বিশিষ্ট পঞ্জাবি গীতিকার নিম্মা লোহারকা। দীর্ঘ রোগের সঙ্গে লড়াই করে অবশেষে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন। পঞ্জাবি সংগীতের দুনিয়ায় রেখে গেলেন তাঁর উল্লেখযোগ্য অবদান। ৪৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পিটিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে গত কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। শেষকৃত্য নিজের গ্রামের বাড়িতেই সম্পন্ন হবে। নিম্মা লোহারকার মৃত্যুতে পঞ্জাবি সংগীতের জগতে নেমে এসেছে শোকের ছায়া। নিম্মা লোহারকা বহু জনপ্রিয় গায়কের জন্য গান লিখেছেন। সেই তালিকায় রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, রবিন্দর গ্রেওয়াল, মালকিত সিং, ফিরোজ খান, হরভজন শেরা, নচ্ছতর গিল, ইন্দরজিত নিক্কু, অমরিন্দর গিল সহ আরও অনেকে। নিম্মা ৫০০-রও বেশি গান লিখেছেন এবং ১৫০-রও বেশি শিল্পীর সংগীতের কেরিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 'Dil ditta nai si thokran lawan vaste', 'Ki samjawan ehna nain kamleyan nu'-এর সৌজন্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন নিম্মা। তাঁর ছেলেও একজন গীতিকার। আরও পড়ুন স্ত্রীর প্রেগন্যান্সিতে 'প্রেমিকা'-কে বিয়ের জন্য শত্রুঘ্নকে হুমকি দাদার, এরপর যা হল... ১৯৭৭ সালের ২৪ মার্চ অমৃতসরের আজনালা তহসিলের লোহারকা গ্রামে জন্ম নিম্মার। তাঁর বাবা দর্শন সিং ও মা দলবীর কৌর ছিলেন মধ্যবিত্ত কৃষক পরিবারের সাধারণ মানুষ। সাম্প্রতিক বছরগুলোতে নিম্মা তাঁর আর্থিক সংকটের কথা প্রকাশ্যে বলেছিলেন। বহু শিল্পীকে জনপ্রিয় হতে সাহায্য করলেও তাঁর জীবনের দুঃসময়ে খুব কম মানুষই পাশে দাঁড়িয়েছিলেন। দুঃখ প্রকাশ করেছিলেন যে শিল্পজগৎ প্রায়ই সেইসব মানুষকে ভুলে যায় যাঁরা তাঁদের পায়ের তলার জমি শক্ত করে। আরও পড়ুন অ্যাকশন থেকে দেশপ্রেম-হরর টু রোম্যান্টিক কমেডি, নভেম্বরে মুক্তি কোন ৫ বলিউড মুভি? নিম্মা এক সাক্ষাৎকারে বলেছিলেন, চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ই তার গান লেখার প্রতি আগ্রহ জন্মায়। যদিও তিনি কোনও প্রাতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেননি। কৃষক পরিবারে বেড়ে ওঠার কারণে তিনি তাঁর দাদার কাছ থেকে পাঞ্জাবি লোককাহিনির প্রতি গভীর আগ্রহ জন্মেছিল। দশম শ্রেণিতে একটি ধর্মীয় নাটকের জন্য প্রথম গানটি লেখেন। যার নাম ছিল 'নানকানে ভল্ল জান্দে রহিও' যা ব্যাপভাবে সাড়া ফেলেছিল। আরও পড়ুন ক্যাব চালকের মারাত্মক দুর্ব্যবহার-মাঝপথে নামিয়ে দেওয়ার হুমকি, ভয়ংকর অভিজ্ঞতা জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর
ইডেনের টার্ন-উৎসবেও বুমরাহর আগুনে বোলিং, মুগ্ধতার সঙ্গে ‘হিংসে’ও হচ্ছে স্টেইন’গানে’র
টেস্ট উপলক্ষে ইডেনে ধারাভাষ্য দিতে এসেছেন স্টেইন।
যোগাযোগ বিচ্ছিন্ন, Tibet-এ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নতুন সেতু, ধাক্কা খেল Chinese Army!
Chinese Army, Hongqi Bridge: চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার ১১ নভেম্বর সিচুয়ান প্রদেশের মায়ারকাং শহরের কাছে ওই সেতুটি ভেঙে পড়ে। যা কারণ হিসাবে ওই সংবাদমাধ্যম জানিয়েছে পাহাড়ি ধসের কথা। জানা গিয়েছে পাহাড়ে ধসের কারণে টন টন পাথর গড়িয়ে নেমে এসে আঘাত করে ওই সেতুতে।
Delhi Blast |দিল্লিতে বিস্ফোরণ ঘটানো উমর অবৈধভাবে পেয়েছিলেন ২০ লক্ষ! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, দিল্লিতে বিস্ফোরণের (Delhi Blast) ঘটনার পরই উঠে এসেছে হোয়াইট কলার টেরর মডিউলের (White collar terror module) প্রসঙ্গ। তাদের কাছে অর্থ কীভাবে আসত, তা নিয়ে তদন্তে নেমেছেন গোয়েন্দারা। আর সেই তদন্তেই প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, দিল্লিতে বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই২০ গাড়িটির চালকের আসনে থাকা উমর […] The post Delhi Blast | দিল্লিতে বিস্ফোরণ ঘটানো উমর অবৈধভাবে পেয়েছিলেন ২০ লক্ষ! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য appeared first on Uttarbanga Sambad .
কুয়াশার চাদরে সকালে কমছে দৃশ্যমানতা, স্বাভাবিকের নিচেই কলকাতার তাপমাত্রা
শীতের আমেজ থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
Eden Test, IND vs SA: ভেনু ইডেন গার্ডেন্স। সামনে প্রতিপক্ষ ভারত। পুঁজি ১২৪ এর মতো অল্প রান। গ্যালারিতে ঠাসা দর্শক। এমন সময় নার্ভাস হলে যে চলবে না, তা ভাল মতোই জানে প্রোটিয়া শিবির। যে কারণে শুরু থেকেই আক্রমণ করতে থাকেন দক্ষিণ আফ্রিকার বোলাররা।
রাজা রামমোহন ব্রিটিশের ‘দালাল’, বিজেপি নেতার মন্তব্যে ফুঁসে উঠল তৃণমূল
মন্ত্রীর থেকে দূরত্ব বাড়িয়েছে বিজেপি।
Kolkata: প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে পরীক্ষা হয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লেখা পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। এখন বাকি রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা। গতকাল ফল বেরিয়েছে একাদশ-দ্বাদশের ইন্টারভিউ লিস্টের। এসএসসি আগেই জানিয়েছিল, আগে অভিজ্ঞতার দাম তারা দেবে।
Siliguri: নদীর ধারে স্ত্রীর গলাকাটা দেহ, গাছে ঝুলছে স্বামী! সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড শিলিগুড়িতে
Tension in Siliguri: খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুরোদমে শুরু হয়েছে তদন্ত। কথা বলা হচ্ছে এলাকার বাসিন্দাদের সঙ্গে। দম্পতির দেহ উদ্ধার করে ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে আসিঘড় আউটপোস্টের পুলিশ।
India vs South Africa: প্রোটিয়া ক্যাপ্টেন বাভুমার লড়াকু হাফসেঞ্চুরি, ইডেন টেস্টে ভারতের টার্গেট ১২৪
Eden Test, IND vs SA: রবিবার সকালে প্রায় দেড় ঘণ্টা লড়াই চালিয়ে গেলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষে থাকলেন ৫৫ রানে নট আউটও। এই টেস্ট জিততে হলে ভারতকে তুলতে হবে ১২৪ রান। এ বার দেখার তা কত দ্রুত করতে পারে ভারত।
বাদ পড়েছিল গব্বরের মৃত্যুদৃশ্য! পঞ্চাশ বছর পূর্তিতে এবার মুক্তি পাবে ‘শোলে’র আনকাট ভার্সন
কবে, কোথায় মুক্তি পাচ্ছে এই ছবি?
Varanasi Title Announcement: 'মন্দাকিনী' প্রিয়াঙ্কা ইস ব্যাক, রাজামৌলি-মহেশকে নিয়ে কী বললেন?
সেনাদের ব্যবহার করা কার্তুজ মিলল লালকেল্লার বিস্ফোরণস্থল থেকে, কোথা থেকে এল? ধন্দে গোয়েন্দারা
Delhi Blast Update: ঘটনাস্থল থেকে মোট তিনটি কার্তুজ উদ্ধার হয়েছে। এর মধ্যে দুটি তাজা কার্তুজ এবং একটি ফাঁকা শেল। তবে ঘটনাস্থল থেকে কোনও পিস্তল বা অন্য কোনও অস্ত্র পাওয়া যায়নি। এতেই আরও ধাঁধা তৈরি হচ্ছে তদন্তকারীদের জন্য।
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর—পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) উচ্চ মাধ্যমিক (XI-XII) শিক্ষক নিয়োগের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। শনিবার সন্ধ্যা নাগাদ প্রকাশিত এই তালিকার নজর ছিল হাজার হাজার চাকরি প্রার্থীর। রাজ্যের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১২,০০০-এর বেশি শূন্যপদ পূরণের জন্য মোট ২০,০০০-এরও বেশি প্রার্থী শর্টলিস্টেড হয়েছেন বলে কমিশন সূত্রে খবর। আরও পড়ুন- বীরভূমের শ্যুটআউট,পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যুবতীকে লক্ষ্য করে পরপর গুলি, কারণ নিয়ে ধোঁয়াশা কমিশনের অফিসিয়াল তথ্য অনুযায়ী, ইন্টারভিউ রাউন্ডের জন্য মোট ২০,০০০-এরও বেশি প্রার্থী শর্টলিস্টেড হয়েছেন। মোট ১,১৬১ পাতার এই তালিকায় প্রার্থীদের নাম, রোল নম্বর, লিখিত পরীক্ষার (OMR) নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট ৮০-এর মধ্যে প্রাপ্ত নম্বরের বিস্তারিত অন্তর্ভুক্ত রয়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, যেসব প্রার্থীর নাম বা রোল নম্বর প্রকাশিত লিস্টে রয়েছে, তারা এখন সিলেকশনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণের জন্য যোগ্য। আরও পড়ুন - ভোটের আগে বিরাট বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, CBI-কে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ লিস্ট কিভাবে চেক করবেন: ১. পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। ২. হোমপেজের “Latest News” বা “Notices” সেকশন খুঁজুন। ৩. “Interview List for Recruitment of Teachers for Classes XI-XII” লিঙ্কটি ক্লিক করুন। ৪. PDF ফাইলটি ডাউনলোড করে আপনার নাম বা রোল নম্বর খুঁজে বের করুন। আরও পড়ুন - রাজভবনে মজুত 'বোমা, গুলি, বন্দুক', বিস্ফোরক মন্তব্যে বিরাট বিপাকে কল্যান শর্টলিস্টেড প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা ইন্টারভিউ সময়সূচি, স্থান এবং ডকুমেন্ট যাচাই সংক্রান্ত সকল নির্দেশ জানতে পারেন। ইন্টারভিউর প্রক্রিয়া শুরু হবে ১৮ নভেম্বর থেকে।
ব্যাক to ব্যাক তিনটি নতুন মোটরসাইকেল আনছে রয়্যাল এনফিল্ড, রয়েছে ই-বাইকও! ফিচার থেকে দাম জেনে নিন
New Motorcycles: বছরের পর বছর ধরে বুলেট ভারতীয় রাইডারদের আবেগ এবং গর্বের প্রতীক। এবার সেই বুলেটের আসছে শক্তিশালী 650cc ভার্সন। EICMA 2025-এ প্রদর্শিত নতুন Bullet 650 তার ক্লাসিক লুক ধরে রেখেই আরও প্রিমিয়াম অনুভূতি তৈরি করেছে। ডিজাইনে রয়েছে টিয়ার-ড্রপ ফুয়েল ট্যাঙ্ক, রেট্রো রাউন্ড হেডল্যাম্প, হ্যান্ড-পেইন্টেড পিনস্ট্রাইপ এবং বিশেষ উইংড ব্যাজ। যা বাইকটিকে আলাদা সৌন্দর্য দিয়েছে। বিরাট আপগ্রেড ইঞ্জিনের দিক থেকেও নতুন Bullet 650 একটি বড় আপগ্রেড এনেছে। এতে ব্যবহৃত হয়েছে কোম্পানির 648cc প্যারালাল-টুইন ইঞ্জিন, যা প্রায় 47 bhp শক্তি ও 52.3 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। সঙ্গে রয়েছে 6-স্পিড গিয়ারবক্স, যা হাইওয়ে রাইডে আরও মসৃণ অভিজ্ঞতা দেবে। ভারতের বাজারে এর সম্ভাব্য দাম ২.৮০ লক্ষ টাকা থেকে ৩.৫০ লক্ষ টাকার মধ্যে হতে পারে এবং ২০২৬ সালের শুরুতেই বাইকটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরোনো ক্লাসিক ফিল বজায় রেখেও আধুনিক সুরক্ষা ও শক্তি—এই দুইয়ের সুন্দর মিশ্রণই Bullet 650-কে বাজারে আলাদা জায়গা করে দেবে। আরও পড়ুন- ইভিএম কীভাবে কাজ করে, আদৌ আপনার ভোট সুরক্ষিত? জানেন না ৯৯% মানুষই রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক যাত্রা শুরু হতে চলেছে Flying Flea Electric FF.S6-এর মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হালকা Flying Flea মোটরসাইকেলটির নাম ফিরিয়ে এনে এবার সেটিকে আধুনিক ইলেকট্রিক রূপ দেওয়া হয়েছে। এই মডেলটি EICMA 2025-এ শোস্টপার হয়ে ওঠে এবং বিশেষ করে তরুণ রাইডারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। আরও পড়ুন- কেন প্রতিটি ভারতীয় নম্বর +91 দিয়ে শুরু হয়? জানেন না ৯৯% মানুষই Flying Flea Electric মূলত একটি স্ক্র্যাম্বলার স্টাইলের মোটরসাইকেল। এতে রয়েছে Upside-down ফর্ক, 19/18 ইঞ্চি স্পোক হুইল, লং-ট্রাভেল সাসপেনশন এবং ব্লক-প্যাটার্ন টায়ার, যা সিটি রাইড এবং লাইট অফ-রোডিং দুই ক্ষেত্রেই অসাধারণ পারফরম্যান্স দেবে। ফিচারগুলোর মধ্যে রয়েছে রাউন্ড TFT টাচস্ক্রিন, 4G/ব্লুটুথ/ওয়াই-ফাই কানেকটিভিটি, ভয়েস অ্যাসিস্টেন্ট এবং সুইচেবল ডুয়াল-চ্যানেল ABS। আরও পড়ুন- আরামদায়ক রাইডিংয়ের অসাধারণ অভিজ্ঞতার সঙ্গে পান দুর্দান্ত মাইলেজ, আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে এই ই-স্কুটার এই মডেলটির সম্ভাব্য দাম ২ থেকে ৩ লাখ টাকার মধ্যে হতে পারে এবং ২০২৬ সালের শেষ দিকে এটি ভারতের রাস্তায় নামতে পারে। ব্র্যান্ডের প্রথম ইলেকট্রিক বাইক হিসেবে Flying Flea Electric অনেক নতুন ক্রেতাকে আকৃষ্ট করবে—এটা নিশ্চিত। আরও পড়ুন- সেভিংস অ্যাকাউন্টে পান ৩ গুণ বেশি সুদ, এই ছোট্ট কাজটি এখনই করুন Himalayan 450 ইতিমধ্যেই ভারতের অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টে বিপ্লব এনেছে। এবার সেই জনপ্রিয় সিরিজের আসছে ইলেকট্রিক সংস্করণ—Himalayan Electric। EICMA 2023-এ প্রথম কনসেপ্ট মডেল দেখানো হয়েছিল এবং এখন প্রোডাকশন ইউনিট টেস্টিং-এর পর্যায়ে আছে। ডিজাইনের ক্ষেত্রে Himalayan Electric তার পরিচিত অ্যাডভেঞ্চার লুক বজায় রেখেছে। এতে রয়েছে টল উইন্ডস্ক্রিন, বক্সি বডি ডিজাইন, লং-ট্রাভেল সাসপেনশন এবং স্পোক হুইল—যা অফ-রোড রাইডে বড় সুবিধা দেবে। ইলেকট্রিক মোটরটি হবে হাই-টর্ক ও শক্তিশালী, যা একবার চার্জে প্রায় ২০০–২৫০ কিলোমিটার রেঞ্জ দেবে। ফিচারের মধ্যে থাকতে পারে আধুনিক Ride-by-Wire সিস্টেম, মাল্টিপল রাইডিং মোডস, ডিজিটাল ডিসপ্লে, হিটেড গ্রিপ এবং বিভিন্ন প্রিমিয়াম অ্যাডভেঞ্চার অ্যাক্সেসরি। প্রিমিয়াম সেগমেন্টে এই বাইকটির সম্ভাব্য দাম ৭ থেকে ৮ লক্ষ টাকার মধ্যে হতে পারে এবং লঞ্চ হবে ২০২৬ সালের ডিসেম্বর মাসে। রয়্যাল এনফিল্ড তার বিশ্বস্ত রাইডারদের জন্য ২০২৫-২৬ সালে সত্যিকারের একটি বড় চমক নিয়ে আসছে। Bullet 650-এর ক্লাসিক শক্তি, Flying Flea Electric-এর আধুনিক প্রযুক্তি এবং Himalayan Electric-এর অ্যাডভেঞ্চার পাওয়ার—এই তিনের মিশ্রণ ভারতের মোটরসাইকেল বাজারে এক নতুন অধ্যায় খুলতে চলেছে। যারা রয়্যাল এনফিল্ডের নতুন বাইক কিনতে চান, তাদের জন্য ২০২৬ সাল হতে চলেছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ বছরগুলোর একটি।
ইডেনের ঘূর্ণি সামলে বাভুমার লড়াই, ‘সম্মানজনক’লিড দক্ষিণ আফ্রিকার, চাপে পড়বে গিলহীন টিম ইন্ডিয়া?
ইডেনের ঘূর্ণি পিচে যে রানটা একেবারে ফেলনা নয়।
Entertainment Latest Live News Update ক্যাব চালকের মারাত্মক দুর্ব্যবহার, ভয়ংকর অভিজ্ঞতা অভিনেত্রীর
Entertainment Latest Live News Update Gujarati Actress Niilam Paanchal: লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় শুধুই গ্ল্যামার নয়, থাকে অনেক অনভিপ্রেত ঘটনাও। গুজরাটি অভিনেত্রী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত নীলম পাঞ্চাল সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থেকেছেন। মুম্বইগামী ট্রেন ধরতে গিয়ে শুক্রবার চরম উদ্বেগজনক অভিজ্ঞতা সঞ্চার করেছেন অভিনেত্রী। ক্যাব চালক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন, অস্বাভাবিক গতিতে গাড়ি চালান। এখানেই শেষ নয়, নির্দিষ্ট পথে না গিয়ে অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যান। অভিনেত্রী নীলম পাঞ্চাল তৎক্ষণাৎ এক্স হ্যান্ডেলে ঘটনার কথা উল্লেখ করে গুজরাট ও আহমেদাবাদ পুলিশকে ট্যাগ করেন।
Birbhum Fire: পার্লার থেকে ফেরার পথে স্ত্রীকে লক্ষ্য করে একের পর এক গুলি, গ্রেফতার স্বামী
স্থানীয় সূত্রে খবর, আহত মহিলার নাম সীমা খান। তিনি বীরভূমের নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কয়ালপাড়া এলাকার বাসিন্দা। তাঁর একটি বিউটি পার্লার রয়েছে। প্রতিদিন নিয়ম করে সীমা সেই পার্লারে যেতেন। শনিবারও তার অন্যথা হয়নি। এরপর কাজ শেষ হয়ে যাওয়ার পর সীমা বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তখনই স্বামী রাজু খান তাঁকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে।
১৬-২২ নভেম্বর ২০২৫ Horoscope: ধনভাব শুভ বৃষ রাশির, সপ্তাহটা কেমন যাবে বাকিদের?
দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Indian Fisherman: গত ১৪ জুলাই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিল মা মঙ্গলচন্ডী ট্রলার। তাতেই ছিলেন ১৭ জন ভারতীয় মৎস্যজীবী। কিন্তু বাংলাদেশের জলসীমা পার করতেই তাঁদের আটক করে সে দেশের উপকূল রক্ষী বাহিনী।
Gujarati Actress Niilam Paanchal: লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় শুধুই গ্ল্যামার নয়, থাকে অনেক অনভিপ্রেত ঘটনাও। গুজরাটি অভিনেত্রী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত নীলম পাঞ্চাল সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থেকেছেন। মুম্বইগামী ট্রেন ধরতে গিয়ে শুক্রবার চরম উদ্বেগজনক অভিজ্ঞতা সঞ্চার করেছেন অভিনেত্রী। ক্যাব চালক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন, অস্বাভাবিক গতিতে গাড়ি চালান। এখানেই শেষ নয়, নির্দিষ্ট পথে না গিয়ে অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যান। অভিনেত্রী নীলম পাঞ্চাল তৎক্ষণাৎ এক্স হ্যান্ডেলে ঘটনার কথা উল্লেখ করে গুজরাট ও আহমেদাবাদ পুলিশকে ট্যাগ করেন। দুপুর ২:৫০-এ শতাব্দী এক্সপ্রেসে টিকিট ছিল নীলমের। বোডাকদেব থেকে কালপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশে একটি ক্যাব বুক করেছিলেন। অ্যাপ অনুযায়ী ৩০ মিনিটের জার্নি এবং তিনি দুপুর ২টায় ক্যাবে ওঠেন। কিন্তু শুরু থেকেই পরিস্থিতি অস্বাভাবিক মনে হচ্ছিল। টাইমস অফ ইন্ডিয়াকে নীলম বলেন, 'শুরু থেকেই তিনি প্রচণ্ড অসহযোগীতা করছেন। লাগেজ তুলতে সাহায্য করেননি এবং সেটি পিছনের সিটে তার পাশেই রাখতে বলেন।' আরও পড়ুন গোবিন্দার অসুস্থতায় শহরের বাইরে স্ত্রী, দেশে ফিরে কার জন্য সুনীতা বললেন 'আমার আয়ু ওঁর লাগুক'? তিনি আরও জানান, চালক ঘণ্টায় ৩০ কিমি গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং কিছুক্ষণ পর এমন একটি রুট ধরেন যা নেভিগেশন ম্যাপের সঙ্গে মিলছিল না। রুট পরিবর্তন ও ধীরগতির কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যে সামনে প্রচুর ট্রাফিক তারপর আর কিছু না বলে চুপচাপ চালিয়ে যান। সময় যত গড়িয়েছে চালকের আচরণ আরও ভয়ংকর হয়ে ওঠে। নীলমের অভিযোগ, 'কমার্স কলেজের কাছে যখন আমি গাড়ির গতি বাড়াতে বলি আমাকে মাঝপথে নামিয়ে দেওয়ার হুমকি দেন'। আরও পড়ুন করিশ্মার জীবনে বিরাট কেলেঙ্কারি! মেয়ের কলেজের দু'মাসের বেতন বাকি, সঞ্জয়ের মৃত্যুর পর কেন এই পরিণতি? যাত্রাপথে চালক তাকে গালাগালাজও করেছেন বলে গুরুতর অভিযোগ করেছেন নীলম। এই ঘটনায় প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন নীলম। যে কোনও মুহূর্তে মাঝপথে ফেলে যাওয়ার ভয় পাচ্ছিলেন। অবশেষে ক্যাবটি ২:৫১-এ কালুপুরে পৌঁছায়। এতটাই দেরিতে যে তিনি স্টেশন থেকে তার ট্রেনটি ততক্ষণে স্টেশন ছেড়ে বেরিয়ে গিয়েছে। এর মাঝেই অভিনেত্রীর পোস্ট দেখে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তাঁরা পৌঁছানোর আগেই ক্যাবটি সেখান থেকে চলে যায়। পরবর্তীতে ইন্সপেক্টর এইচ.আর. ভাগেলা জানান, নীলম এফআইআর না করে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি জানান, 'আমরা চালককে চিহ্নিত করছি এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।' আহমেদাবাদ ট্রাফিক পুলিশও এক্স হ্যান্ডেলে আপডেট দিয়ে জানায় অভিনেত্রী নিরাপদ আছেন এবং গাড়ির তথ্য নথিভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ক্যাব ও চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। আরও পড়ুন স্ত্রীর প্রেগন্যান্সিতে 'প্রেমিকা'-কে বিয়ের জন্য শত্রুঘ্নকে হুমকি দাদার, এরপর যা হল...
SSC: এবার ১৪ সেপ্টেম্বর হয়েছিল একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। আবেদনকারী সংখ্যা ছিল ২ লক্ষ ৪৬ হাজার। ৭ সেপ্টেম্বর হয়েছিল নবম-দশমের নিয়োগের পরীক্ষা। আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন।
ইডেন টেস্ট খেলার আশা শেষ, হাসপাতালের বেডে শুয়ে ভারতের ম্যাচ দেখছেন গিল
দ্বিতীয় টেস্টেও ভারত অধিনায়কের খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা।
দিল্লির বিস্ফোরণস্থলে মিলল সেনায় ব্যবহৃত কার্তুজ, কোথা থেকে এল? ঘনাচ্ছে রহস্য
কার্তুজ মেলেনি, অথচ কোনও আগ্নেয়াস্ত্র মেলেনি তাতেই বাড়ছে রহস্য।
নদীর পাড়ে স্ত্রীর গলাকাটা দেহ, গাছে ঝুলছে স্বামী! হাড়হিম ঘটনা শিলিগুড়িতে
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Smartest Animals: পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ৯টি প্রাণী, যাদের বুদ্ধি মানুষকেও অবাক করে
Smart Animals: মানুষের বুদ্ধিমত্তা নিয়ে কথা বলতে গেলে আমরা নিজেদেরই এক নম্বর ধরে নিই। কিন্তু প্রকৃতিতে নজর দিলে দেখা যায়—মানুষ ছাড়াও অসংখ্য প্রাণী রয়েছে যারা অবিশ্বাস্য স্মৃতি, সমস্যা সমাধান, টুল ব্যবহার, এমনকী সামাজিক বুদ্ধিমত্তাতেও অসাধারণ দক্ষতা দেখায়। বিজ্ঞানীদের বহু গবেষণা বলে, অনেক প্রাণীর বুদ্ধি আমাদের ধারণার থেকেও বহু গুণ বেশি। এই বুদ্ধিমত্তাই তাদের টিকে থাকার মূল শক্তি। বিশেষ করে খাদ্য খোঁজা, দলে যোগাযোগ, শিকারি এড়ানো বা কঠিন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে। এখানে পৃথিবীর ৯টি সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর তালিকা এবং তারা ঠিক কেমন আচরণে নিজেদের বুদ্ধিমত্তা প্রমাণ করে, তা তুলে ধরা হল। আরও পড়ুন- পরমাণু বোমা মারলেও এই ৭ আশ্চর্য প্রাণীর কিছু হবে না! কীর্তি শুনলে অবাক হয়ে যাবেন ১. শিম্পাঞ্জি (Chimpanzees) মানুষের সবচেয়ে নিকট আত্মীয় শিম্পাঞ্জি। আমাদের ডিএনএ-এর প্রায় ৯৯% তারা ভাগ করে। তাদের মস্তিষ্কের শক্তি অবিশ্বাস্য—শিম্পাঞ্জি কাঠি বা পাথর ব্যবহার করে টুল বানাতে পারে, জটিল ধাঁধা সমাধান করতে পারে এবং বিশেষ পরিস্থিতিতে শিকার করার জন্য নিজেরাই ‘বর্শা’ তৈরি করে। গবেষণায় দেখা গেছে, স্মৃতি পরীক্ষায় তারা অনেক সময় মানুষের চেয়েও দ্রুত এবং নির্ভুল। কিছু শিম্পাঞ্জি সাইন-ল্যাঙ্গুয়েজ শিখে মানুষের সঙ্গে যোগাযোগও করতে পারে। আরও পড়ুন- ট্যাংরার চিনে-কালীর অদ্ভুত ইতিহাস, জাগ্রত দেবীর প্রতি অগাধ বিশ্বাস ভক্তদের ২. বটলনোজ ডলফিন (Bottlenose Dolphins) ডলফিনদের বুদ্ধিমত্তা নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরেই মুগ্ধ। তারা নিজেদের বিশেষ সিটি-সাউন্ড ব্যবহার করে 'নাম ধরে ডাকতে' পারে, নতুন ট্রিক শিখতে পারে এবং আয়নায় নিজের প্রতিচ্ছবি চিনতে পারে—যা স্ব-সচেতনতার উচ্চপর্যায়। দলে শিকার করা, সাহায্যের জন্য ডাকে সাড়া দেওয়া, এমনকী মানুষের নির্দেশও বুঝতে পারে ডলফিন। আরও পড়ুন- সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে চিজ পকোড়া, পরিবারের লোকজনের মুখে লেগে থাকবে! ৩. হাতি (Elephants) স্থলজ প্রাণীদের মধ্যে হাতির মস্তিষ্ক সবচেয়ে বড়। তাদের স্মৃতিশক্তি কিংবদন্তিসম। বহু বছর আগের জলের উৎস ঠিকঠাক মনে রাখে, নানা পথ মনে রাখতে পারে এবং বিপদে দলকে নেতৃত্ব দেয়। হাতিরা মৃত সদস্যকে শোক প্রকাশ করে, টুল ব্যবহার করে এবং দুর্দান্ত সহানুভূতি দেখায়—যা উচ্চ সামাজিক বুদ্ধিমত্তার প্রমাণ। আরও পড়ুন- ভারতের এই ৫টি স্থাপত্যের বয়স ৫০০ বছরেরও বেশি, গিয়েছেন কখনও? ৪. অক্টোপাস (Octopuses) সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলা হয় অক্টোপাসকে। তারা লুকানোর জন্য নারকেলের খোল ব্যবহার করে, জারের ঢাকনা খুলতে পারে, গোলকধাঁধা সমাধান করতে পারে এবং অনেক সময় খেলেও বেড়ায়। জীববিজ্ঞানে 'সমস্যা সমাধানের প্রতিভা' হিসেবে অক্টোপাসের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। ৫. কাক ও র্যাভেন (Crows & Ravens) কাক পরিবারের বুদ্ধিমত্তা, বিজ্ঞানীদের পর্যন্ত অবাক করে দেয়। তারা কাঠি ব্যবহার করে খাবার তুলতে পারে, বহু ধাপের ধাঁধা সমাধান করতে পারে এবং মানুষের মুখ মনে রাখে। র্যাভেন আবার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে—এটি মানুষের বাইরে খুব কম প্রাণীই করতে পারে। এমনকী খাবার লুকিয়ে অন্য প্রাণীদের ফাঁকি দেওয়ার ক্ষমতাও তাদের রয়েছে। ৬. কুকুর (Dogs) বিশেষত Border Collie জাতের কুকুর প্রায় ২০০-র বেশি শব্দ বুঝতে পারে এবং বহু স্টেপের কমান্ড অনুসরণ করতে পারে। মানুষের আবেগ বোঝা, আচরণ দেখে নেওয়া এবং পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতাও কুকুরদের বুদ্ধিমত্তার বড় পরিচয়। ৭. শূকর (Pigs) শূকরকে অনেকেই অবমূল্যায়ন করেন, কিন্তু তারা অস্বাভাবিক মেধাবী। গবেষণায় দেখা গেছে, তিন বছরের শিশুর মতোই শেখার ক্ষমতা রয়েছে তাদের। জয়স্টিক দিয়ে ভিডিও গেম খেলতে পারে, গোলকধাঁধা মনে রাখতে পারে এবং জটিল নির্দেশ অনুসরণ করতে পারে। ৮. ছাগল (Goats) ছাগল শুধু গ্রামের সাধারণ খামারের প্রাণী নয়—তাদের সমস্যা সমাধানের ক্ষমতা অসাধারণ। তারা লক খুলতে শেখে, খাবারের জন্য কৌশল বের করে এবং শেখা কাজ বহু মাস পরেও মনে রাখে। স্মৃতি পরীক্ষায় ছাগল অনেক সময় ভেড়ার চেয়েও এগিয়ে থাকে। ৯. সি লায়ন (Sea Lions) সি লায়নদের বুদ্ধিমত্তা বিজ্ঞানের কাছে বিশেষ আকর্ষণ। ‘Ronan’ নামে একটি সি লায়ন ছন্দ ধরে তাল মিলিয়ে নাচতে পারত—যা আগে ভাবা হত শুধু মানুষের বা কিছু পাখির এই ক্ষমতা আছে। এছাড়া সিলমাছ বা সি লায়নের দীর্ঘমেয়াদি স্মৃতি, সমস্যা সমাধানের এবং নির্দেশ বোঝার ক্ষমতাও তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। পৃথিবীর এই প্রাণীরা শুধু টিকেই থাকে না—তারা বুদ্ধি, কৌশল, অনুভূতি এবং সামাজিক আচরণ দিয়ে বিস্মিতও করে। এই ৯টি প্রাণী আমাদের দেখায়, প্রকৃতির বুদ্ধিমত্তা মানুষের নিজস্ব নয়। প্রতিটি প্রাণীর বুদ্ধি এবং তাদের নিজের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার এক বিশেষ শক্তি আছে।
ফের পর্দায় জুন মালিয়া, কোন ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে?
সবকিছু সামলে ফের অভিনয়ে ফিরছেন অভিনেত্রী।
ফের মহামারীর হাতছানি! বার্ড ফ্লুতে মৃত্যু ঘিরে শঙ্কিত মার্কিন বিজ্ঞানীরা
H5N5 ভাইরাসের এই স্ট্রেনে এর আগে সংক্রমিত হননি কোনও মানুষ!
রবিবার সকালেও ব্লু লাইনে মেট্রো বিভ্রাট! আংশিকভাবে মিলছে পরিষেবা
রবিবার মেট্রো পরিষেবা শুরু হতেই দেখা দিল সমস্যা।
Shubman Gill: আইসিইউতে গিল, BCCI জানাল ইডেন টেস্টে আর পাওয়া যাবে না শুভমনকে
India vs South Africa, 1st Test: ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে গিলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন। হাসপাতাল সূত্রের খবর, ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
Bihar Election Result 2025: বিহারে এনডিএ-র জয়ে উচ্ছ্বসিত আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। নীতীশ কুমারকে স্রেফ অভিনন্দনই নয়। 'সুশাসন বাবুর' প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ। আরও পড়ুন - রাজভবনে মজুত 'বোমা, গুলি, বন্দুক', বিস্ফোরক মন্তব্যে বিরাট বিপাকে কল্যান বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিরাট জয় রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। জেডিইউ-বিজেপি জোট ২০২টি আসন জিতে নির্বাচনে বিশাল জয় অর্জন করেছে। ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি ৮৯টি, আর জেডিইউ ৮৫টি আসন পেয়েছে। এই ফলাফল প্রমাণ করেছে যে, যারা বিহারের রাজনীতিতে নীতিশ কুমারের যুগের সমাপ্তি নিয়ে পূর্বাভাস দিচ্ছিলেন, তাদের সেই অনুমান ভ্রান্ত ছিল। নীতিশ কুমার আবারও প্রমাণ করেছেন যে বিহারের মানুষের নাড়ির স্পন্দন তিনি সবচেয়ে ভালো বুঝতে পারেন। এমন পরিস্থিতিতে, অতীতের 'বিদ্রোহী' নেতারাও নীতিশ কুমার এবং বিজেপির প্রশংসায় পঞ্চমুখ। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম হলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিখ্যাত বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা জেডিইউ-বিজেপির অসাধারণ জয়ের জন্য নীতীশ কুমারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সম্প্রতি একটি পোস্টে তিনি লিখেছেন, “অভিনন্দন! বিহারের জনগণ যে সরকারকে ভোট দিয়েছেন এবং সর্বাধিক সম্মানিত রাজনীতিবিদ নীতিশ কুমারের নেতৃত্বের জন্য, যিনি দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন—বিশ্বস্ত, সৎ এবং সফল মুখ্যমন্ত্রী—তিনি জনগণের প্রত্যাশা পূরণ করেছেন। তাঁর চারপাশের সকল মানুষ এবং দলকে অভিনন্দন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। জয় বিহার! জয় হিন্দ!” আরও পড়ুন - ভোটের আগে বিরাট বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, CBI-কে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ শত্রুঘ্ন সিনহা এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন এবং নিজের একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন, ক্যাপশনে লিখেছিলেন, “একবারের বন্ধু, সর্বদা বন্ধু।” তিনি অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানী যুগে একজন গুরুত্বপূর্ণ বিজেপি নেতা ছিলেন। ১৯৮০-এর দশকে বিজেপিতে যোগ দেওয়া সিনহা ১৯৯০ সালে প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নয়াদিল্লি আসন থেকে নির্বাচিত হন। পরবর্তী বছরগুলোতে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৯ এবং ২০১৪ সালে তিনি বিজেপির টিকিটে পাটনা সাহিব লোকসভা আসন থেকে জয়লাভ করেন। যদিও পরে দলীয় নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয় এবং ২০১৯ সালে পাটনা সাহিব থেকে টিকিট না দেওয়ায় তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি আসানসোল থেকে তৃণমূলের সাংসদ নির্বাচিত হন। তবে বিহারে বিজেপি-নীতীশ জোটের সাম্প্রতিক জয়ের পর তার প্রকাশ্য প্রশংসা জল্পনা তৈরি করেছে যে শত্রুঘ্ন সিনহা ভবিষ্যতে আবারও কী বিজেপিতে প্রত্যাবর্তনের কথা ভাবছেন? আরও পড়ুন - SIR আতঙ্কে বাংলায় পরপর মৃত্যু! দায় কার? কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল
Pension Scheme: পেনশনের নিয়মে বড় পরিবর্তন, ৩০ নভেম্বরের মধ্যে এই কাজ না করলেই আটকে যাবে টাকা!
Family Pension Rules: সকল পেনশনভোগীদের প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। যদি এই সময়সীমা পার হয়ে যায়, তাহলে ডিসেম্বর থেকে পেনশন সাময়িকভাবে স্থগিত করা হবে। শংসাপত্র জমা এবং যাচাই করার পরেই তা পুনরায় চালু করা হবে।
‘ভারত যে পিচ চেয়েছে, তাই দিয়েছি’, বিতর্কের মুখে বললেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ
গম্ভীরের দাবি মেনেই পিচ, বলছে সিএবি।
পাত্র চাই পাত্রী বারুজীবী, 28 yrs. 5 Ft., B.Sc., ফর্সা, সুন্দরী। পিতা Retd. Cent. Govt. Employee, মাতা Housewife, সরকারি চাকরিজীবী পাত্র চাই। Mob No. 9650776723. The post Matrimonial | পাত্র পাত্রী appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় (Nowgam police station) ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৯ জনের (J&K Blast)। আর এই ন’জনের মধ্যে ছিলেন ৫৭ বছর বয়সি এক দর্জিও। সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করেছিল। আর তা থেকে পুলিশ এবং ফরেনসিক দল নমুনা সংগ্রহ করার সময় এই বিস্ফোরণটি ঘটে। জানা গিয়েছে, ওই […] The post J&K Blast | ‘বাবা, যেও না’, মেয়ের অনুরোধ না শুনেই গিয়েছিলেন নওগাম থানায়, তারপরই মর্মান্তিক পরিণতি দর্জির appeared first on Uttarbanga Sambad .
Kolkata News Live Updates: বীরভূমের নলহাটিতে শ্যুটআউট। যুবতীকে লক্ষ করে পর পর চারটি গুলি। গুলিতে গুরুতর জখম যুবতীকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। গুলিবিদ্ধ যুবতীর নাম সীমা খান। অভিযোগের তীর যুবতীর স্বামীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ যুবতী একটি বিউটি পার্লারের মালিক। বিউটিপার্লার বন্ধ হয়ে বাড়ি ফেরার সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর চারটি গুলি ছোড়ে। একটি গুলি লাগে বুকে, দুটি গুলি লাগে হাতে একটি কোমরে। আহত তরুণীর বাড়ি বীরভূমের নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কয়ালপাড়া। বাড়ি ঢোকার মুখে দরজার কাছে তাকে লক্ষ করে চারটি গুলি ছোড়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান যুবতীর স্বামীর রজু খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের অবনতির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ মহিলার স্বামী রজু খানকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। আরও পড়ুন - রাজভবনে মজুত 'বোমা, গুলি, বন্দুক', বিস্ফোরক মন্তব্যে বিরাট বিপাকে কল্যান রবিবার সকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। তিন দিনের মধ্যে দ্বিতীয় ভূমিকম্পের জেরে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। জাতীয় ভূকম্পতাত্ত্বিক কেন্দ্র (NCS) জানিয়েছে, অগভীর ভূমিকম্প ভূপৃষ্ঠের কাছে হওয়ায় গভীর ভূমিকম্পের তুলনায় বেশি বিপজ্জনক। রবিবার (১৬ নভেম্বর) মায়ানমারে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.০ এবং কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। আরও পড়ুন - ভোটের আগে বিরাট বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, CBI-কে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ নভেম্বরের মাঝামাঝি পশ্চিমবঙ্গ জুড়ে শীতের আমেজ তীব্র। কলকাতা থেকে দার্জিলিং-কালিম্পং রাতের তাপমাত্রা কমছে, ভোরের দিকে কুয়াশা বাড়ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলি শীতের আমেজ লক্ষ্য করা গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পরবর্তী দু-তিন দিনে কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ রবিবার কলকাতায় সর্বনিন্ম তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতায় সকাল ও সন্ধ্যার পর থেকে শীতের আমেজ তীব্রভাবে টের পাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলিতে কলকাতায় তাপমাত্রার বড় কোনো ওঠাপড়া হবে না। আপাতত শহরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আরও পড়ুন - SIR আতঙ্কে বাংলায় পরপর মৃত্যু! দায় কার? কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল
নির্বাচনে টিকিট দেয়নি বিজেপি, অভিমানে আত্মঘাতী আরএসএস কর্মী!
গেরুয়া শিবিরের দাবি অবশ্য অন্য।
বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী কি চিরাগই? নীতীশ সাক্ষাৎ বাড়ল জল্পনা
নীতীশ-চিরাগের ঘনিষ্ঠতা চিন্তার কারণ হবে না তো বিজেপির?
অসুস্থতা বাদ সেধেছিল, এখন কেমন আছেন ‘মিঠাইরানি’সৌমিতৃষা? কবে ফিরছেন শুটিংফ্লোরে?
এখন কেমন আছেন অভিনেত্রী?
দূষণবিধি, শর্ত মানলে ১৫ বছরের পুরনো গাড়িও চলতে পারে পথে, নির্দেশ আদালতের
বাসের আয়ু পনেরো বছর পার করলেও বৃহত্তর কলকাতাতে তা চলতে পারবে।
SIR-Aadhaar Card: জনগণের এত দাবি, আধার কার্ড কি মান্যতা পাবে SIR-এ? সব জবাব দিয়ে দিল নির্বাচন কমিশন
SIR Process: এসআইআরের প্রথম পর্বে বুথ লেভেল অফিসার বা বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও পূরণের পর তা সংগ্রহ করবেন। অন্তত তিনবার করে যেতে হবে বিএলও-দের। এরপরে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপরে নির্দিষ্ট সময় থাকবে নাম সংযোজন বা বাদ দেওয়ার। শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। যদি কারোর নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে তিনি ভোটাধিকার হারাবেন।
SIR in Bengal: চারজন শিক্ষকের চারজনই BLO, সিলেবাসের কী হবে? প্রশ্ন অভিভাবকদের
Schools of Bengal: ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের অদূরেই রয়েছে জামালপুর ব্লক প্রশাসনের অফিস। বিদ্যালয়ে এখন মোট পড়ুয়া সংখ্যা ১১২ জন। চার শিক্ষকের মধ্যে রয়েছেন লক্ষ্মীকান্ত মালিক, সুজিত বাগ, অভিজিৎ মিত্র এবং সুজাতা মিশ্র মুখোপাধ্যায়। কিন্তু চারজনই এখন বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত।
Shatrughan Sinha-Reena Roy Marriage: সাতের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বহু তারকার মতোই তাঁর ব্যক্তিজীবনও প্রায়ই উঠে আসত সংবাদপত্রের শিরোনামে। সেই সময় সর্বজনবিদিত ছিল শত্রুঘ্ন সিনহা অভিনেত্রী রীনা রায় গভীরভাবে প্রেমে পড়েছিলেন। তাই ১৯৮০ সালে যখন পুনম সিনহাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন তখন সকলেই খুব অবাক হয়ে গিয়েছিল। এদিকে বিয়ের পরও শত্রুঘ্নর সঙ্গে রীনার প্রেম ছিল একদম মাখমাখ। আশা ছিল একদিন শত্রুঘ্ন তাঁকে বিয়ে করবেন। ঠিক এই সময়েই ধর্মেন্দ্র তাঁর দীর্ঘদিনের প্রেমিকা হেমা মালিনীকেও বিয়ে করেছিলেন, প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে তালাক না দিয়েই। নিজের জীবনী ‘এনিথিং বাট খামোশ’-এ শত্রুঘ্ন সেই সময়কার কথা উল্লেখ করেছেন। সেখানেই তিনি লিখেছেন রীনার সঙ্গে সম্পর্কে থেকেও পুনমকে বিয়ে করে ফেলেছিলেন। আরও যোগ করেন, পুনম যখন আট মাসের গর্ভবতী তখন প্রাক্তন স্ত্রীর বড় ভাই রাম রীনাকে বিয়ে করার পরামর্শ দেন। যা শুনে নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলেন। শত্রুঘ্ন ওই সময়টিকে তাঁর জীবনের কঠিন অধ্যায় বলে ব্যখা করেন। পুনম গর্ভাবস্থায় কাঁদতেন সেই সত্যিও অকপটে স্বীকার করেছেন শত্রুঘ্ন। পুনমের প্রতি নিজের দায়বদ্ধতা কখনও এড়িয়ে যাননি। শত্রুঘ্ন বলেন, যখন তিনি রীনার সঙ্গে বাইরে যেতেন রীনা তাঁকে এমন প্রশ্ন করতেন যা শত্রুঘ্নকে বিপাকে ফেলত। রীনা খোঁচা মেরে বলতেন, তুমি নিজের সংসার সাজিয়ে নিয়েছ। তাহলে আমি কি খেলনা, ব্যবহারের পর ফেলে দেওয়ার? সেই অভিজ্ঞতা থেকে শত্রুঘ্নের পরামর্শ, 'আমি প্রতিটি পুরুষকে বলতে চাই পরকীয়া আপনাকে সারাক্ষণ অপরাধবোধে করাবে। যখন বাড়িতে থাকেন তখন অন্য মহিলাকে অবহেলা করার জন্য অপরাধবোধ হয়। আর যখন তাঁর কাছে থাকেন তখন স্ত্রীর জন্য অপরাধবোধ হয়।' আরও পড়ুন দুঃশ্চিন্তার মাঝেই ৯০তম জন্মদিন উদযাপনের পরিকল্পনা, ধর্মেন্দ্রকে নিয়ে মুখ খুললেন হেমা এইরকম পরিস্থিতিতে শত্রুঘ্ন ও রীনা একসঙ্গে কাজ করতেন। তবে ১৯৮৩ সালে শত্রুঘ্নর বড় ভাই রাম রীনাকে বিয়ে করার নির্দেশ দেন। তখন পুনমের গর্ভে যমজ সন্তান লভ ও কুশ। জীবনীতে শত্রুঘ্ন উল্লেখ করেন রাম তাঁকে রীনার বাড়িতে ডেকে পাঠান এবং পৌঁছাতেই সোজাসুজি বলেন, 'এখনই ওকেই বিয়ে করো।' রাম শত্রুঘ্নকে হুমকিও দেন যে তাঁর কথা না মানলে তিনি সবার সামনে পরকীয়া প্রকাশ করে দেবেন। আরও পড়ুন গোবিন্দার অসুস্থতায় শহরের বাইরে স্ত্রী, দেশে ফিরে কার জন্য সুনীতা বললেন 'আমার আয়ু ওঁর লাগুক'? এদিকে রাম সিনহা পরিবার ও ঘনিষ্ঠজনদের উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন। যেখানে শত্রুঘ্ন ও রীনার সম্পর্কের সমস্ত বিবরণ ছিল এবং শেষে লিখেছিলেন, '... তাই, ওঁর রীনাকে বিয়ে করতেই হবে।' শত্রুঘ্নের সেক্রেটারি পবন কুমার ওই চিঠি হাতে পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তখন শত্রুঘ্ন মুম্বইয়ের বাইরে শুটিং করছিলেন এবং পবন তাঁকে তাৎক্ষণিকভাবে পুরো ব্যাপারটি জানিয়ে দেন। জীবনী অনুযায়ী, পবনই শত্রুঘ্ন ও পুনমের দাম্পত্য রক্ষা করেছিলেন। শত্রুঘ্ন রামের কথায় রাজি হননি। কিছুদিন পর রীনাও পাকিস্তানি ক্রিকেটার মোহসিন খানকে বিয়ে করেন এবং তাঁদের কন্যা সানাম খানের জন্ম হয়। এই সমস্ত ঘটনার মধ্যে শত্রুঘ্ন বুঝতে পারেন যে তাঁর বড় ভাই রাম তাঁর সাফল্য দেখে খুশি নন। তিনি উপলব্ধি করেন তাঁর বিয়েতে রাম উপস্থিত ছিলেন না, সমর্থনও করেননি। এমনকি বাবা-মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখনও রাম পাশে ছিলেন না। শত্রুঘ্ন শেষ পর্যন্ত তাঁর স্ত্রী পুনমের সঙ্গেই সংসার করেন এবং ১৯৮৩ সালে যমজ পুত্র লভ ও কুশ এবং ১৯৮৭ সালে সোনাক্ষীর জন্ম হয়। আরও পড়ুন করিশ্মার জীবনে বিরাট কেলেঙ্কারি! মেয়ের কলেজের দু'মাসের বেতন বাকি, সঞ্জয়ের মৃত্যুর পর কেন এই পরিণতি?
Heart-Friendly Foods: ঠিক রাখুন বুকের ধুকপুকুনি! সাহায্য করে এই ৬ খাবার
Heart-Friendly Foods: হার্টবিট অনিয়ম বা অ্যারিদমিয়া এমন এক অবস্থা যেখানে হৃদপিণ্ড কখনও খুব দ্রুত, কখনও খুব ধীরে বা একটি নির্দিষ্ট ছন্দের বাইরে ধড়ফড় করতে থাকে। অনেকের ক্ষেত্রে এটি ক্ষতিকর না হলেও, কখনও কখনও অবহেলা করলে এটি গুরুতর হৃদরোগের কারণ হতে পারে। জীবনযাত্রার পাশাপাশি সঠিক খাবার খাওয়াও হার্টবিট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হার্ট বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট খাবার এমন আছে যা হৃদপিণ্ডের বৈদ্যুতিক সিগনালকে স্থিতিশীল রাখতে সাহায্য করে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং প্রদাহ কমায়। আজ জেনে নিন এমনই ৬টি হৃদপিণ্ড-সহায়ক খাবারের নাম (heart-friendly foods), যা আপনার প্রতিদিনের প্লেটে থাকতেই পারে। আরও পড়ুন- পরমাণু বোমা মারলেও এই ৭ আশ্চর্য প্রাণীর কিছু হবে না! কীর্তি শুনলে অবাক হয়ে যাবেন Almonds – ম্যাগনেশিয়াম সমৃদ্ধ বাদাম বাদাম শুধু স্বাস্থ্যকর ফ্যাটের উৎস নয়, এতে রয়েছে প্রচুর ম্যাগনেশিয়াম যা হৃদপেশির কাজকর্মকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে পেশিতে টান ধরে, ক্র্যাম্প হতে পারে। অথবা হার্টবিটে অনিয়ম দেখা দিতে পারে। এক্ষেত্রে প্রতিদিন ৫–৭টি আমন্ড বাদাম হার্টের ছন্দ নিয়ন্ত্রণে সহায়ক। এতে থাকা ভিটামিন ই (E) হৃদযন্ত্রকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। আরও পড়ুন- ট্যাংরার চিনে-কালীর অদ্ভুত ইতিহাস, জাগ্রত দেবীর প্রতি অগাধ বিশ্বাস ভক্তদের Bananas – পটাশিয়ামে ভরপুর কলা হার্টরিদম নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজগুলোর একটি হলো পটাশিয়াম। কলা হচ্ছে পটাশিয়ামের সেরা প্রাকৃতিক উৎস। কলা ইলেক্ট্রোলাইট ব্যালান্স ঠিক রাখে। সোডিয়াম-পটাশিয়াম অনুপাত ঠিক থাকলে হার্টবিট স্থির থাকে। পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। প্রতিদিন একটি করে কলা খেলে হার্ট অনেক বেশি স্বাস্থ্যকর থাকে। আরও পড়ুন- সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে চিজ পকোড়া, পরিবারের লোকজনের মুখে লেগে থাকবে! Dark Chocolate (ডার্ক চকলেট)– অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যাঁরা চকোলেট পছন্দ করেন তাঁরা জেনে খুশি হবেন যে, ডার্ক চকলেট হার্টের জন্য বেশ উপকারী। এতে আছে ফ্লাভোনয়েড, যা রক্তনালীকে শিথিল করে। ডার্ক চকলেট রক্তচাপ কমায়। এটা প্রদাহ কমিয়ে হার্টবিট অনিয়মের ঝুঁকি কমায়। তবে দিনে ১–২ স্কোয়ার এর বেশি খাওয়া ঠিক নয়। আরও পড়ুন- ভারতের এই ৫টি স্থাপত্যের বয়স ৫০০ বছরেরও বেশি, গিয়েছেন কখনও? Oats – কোলেস্টেরল কমানো ওটস ওটস হলো হৃদস্বাস্থ্যের সুপারফুড। এতে থাকা বিটা-গ্লুকান শরীরে খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে সাহায্য করে। ওটস রক্ত সঞ্চালন উন্নত করে। হার্টের ছন্দ স্থির রাখতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্যও ওটস উপকারি। ব্রেকফাস্টে বা প্রাতঃরাশে দুধ অথবা দইয়ের সঙ্গে ওটস খাওয়া খুবই উপকারী। Salmon – ওমেগা-৩ সমৃদ্ধ সালমন মাছ সালমন, ম্যাকারেল, সার্ডিনের মতো ফ্যাটি মাছগুলোতে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা হার্টবিট নিয়ন্ত্রণে অসাধারণ ভূমিকা রাখে, প্রদাহ কমায়। এই অ্যাসিড ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে। হৃদপিণ্ডের বৈদ্যুতিক সিগন্যালকে স্থিতিশীল করে। সপ্তাহে ২–৩ বার ফ্যাটি ফিশ খাওয়া বিশেষভাবে উপকারী। Spinach – ম্যাগনেশিয়াম ঘাটতি পূরণ করে সবুজ শাক স্পিনাচ, কালে, সুইস চার্ড—এই সবুজ শাকগুলোতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে। ম্যাগনেশিয়ামের ঘাটতি অ্যারিদমিয়ার একটি প্রধান কারণ। ম্যাগনেশিয়াম শরীরের মাংসপেশি, বিশেষ করে হৃদপেশি, ঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এটি শরীরের ডিটক্স প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। প্রতিদিনের খাবারের তালিকায় একবাটি সবুজ শাক রাখলেই পরিবর্তনটা বুঝতে পারবেন। হার্ট সুস্থ রাখতে কিছু অতিরিক্ত টিপস প্রতিদিন ৩০ মিনিট হাঁটুন, অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন, ক্যাফেইন কমান, তেল-চর্বিযুক্ত খাবার কমান, স্ট্রেস কমাতে মেডিটেশন করুন। সঠিক খাবার, সঠিক অভ্যাস এবং নিয়মিত চেকআপ—এই তিনটি মিলেই হার্টকে দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব।
Red Fort |ছন্দে ফিরছে রাজধানী, দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর ফের খুলছে লালকেল্লা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত সোমবার লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছিল দিল্লিজুড়ে (Delhi Blast)। এরপরই সাধারণ জনগণের জন্য বন্ধ করে দেওয়া হয় লালকেল্লা (Red Fort)। তবে বিস্ফোরণের ক্ষত ভুলে ফের খুলতে চলেছে ইতিহাস বিজড়িত এই স্থান। শনিবার ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই-এর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, আজ অর্থাৎ ১৬ […] The post Red Fort | ছন্দে ফিরছে রাজধানী, দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর ফের খুলছে লালকেল্লা appeared first on Uttarbanga Sambad .
Red Fort |ছন্দে ফিরছে রাজধানী, দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর ফের খুলতে চলেছে লালকেল্লা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত সোমবার লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছিল দিল্লিজুড়ে (Delhi Blast)। এরপরই সাধারণ জনগণের জন্য বন্ধ করে দেওয়া হয় লালকেল্লা (Red Fort)। তবে বিস্ফোরণের ক্ষত ভুলে ফের খুলতে চলেছে ইতিহাস বিজড়িত এই স্থান। শনিবার ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই-এর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, আজ অর্থাৎ ১৬ […] The post Red Fort | ছন্দে ফিরছে রাজধানী, দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর ফের খুলতে চলেছে লালকেল্লা appeared first on Uttarbanga Sambad .
একাদশ-দ্বাদশের ইন্টারভিউ তালিকা প্রকাশ, বাদ ‘যোগ্য’দের একাংশ, ভরসা রাখার বার্তা ব্রাত্যর
১৮ নভেম্বর নথি যাচাই হবে।
Harbhajan Singh: 'আত্মার শান্তি হোক...', ফের মুখ ফসকে বিতর্ক বাড়ালেন হরভজন
Harbhajan Singh: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে আপাতত ২ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের প্রথম ম্যাচটি গত ১৪ নভেম্বর থেকে কলকাতায় (Eden Gardens) শুরু হয়েছে। প্রথমদিন প্রোটিয়া ব্যাটাররা একেবারে নজর কাড়তে পারেননি। তবে দ্বিতীয়দিন লজ্জার জলাঞ্জলি দিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এখনও পর্যন্ত এই ম্য়াচে একজনও ব্যাটার হাফসেঞ্চুরি করতে পারেননি। কিছুক্ষণের মধ্যে এই ম্যাচে তৃতীয় দিনের খেলা শুরু হবে। ব্যাটারদের এই খারাপ পারফরম্যান্স দেখে রীতিমতো তেলে-বেগুনে জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি ক্ষোভ উগরে দেন। IND vs SA Highlights Cricket Score, 1st Test: তৃতীয় দিনই 'খতম' ইডেন টেস্ট? খারাপ উইকেট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন বেজায় ক্ষেপে গেলেন হরভজন সিং ইডেন টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকা ১৫৯ রানে অলআউট হয়ে যায়। এরপর ব্যাট করতে নামে ভারত। শুরুতেই আউট হয়ে ফিরে যান যশস্বী জয়সওয়াল। অর্থাৎ প্রথম দিন মোট ১১ উইকেটের পতন হয়। এরপর দ্বিতীয় দিন ভারতীয় ক্রিকেট দল ১৮৯ রানে গুটিয়ে যায়। শনিবার দিনের খেলা পরিসমাপ্তি ঘোষণা করা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় দিনও ১৬ উইকেটের পতন হয়। এমন দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ জাহির করলেন হরভজন সিং। একটি পোস্ট করে তিনি লিখেছেন, 'টেস্ট ক্রিকেট ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের খেলা প্রায় শেষ হতে চলল। এখনও খানিকটা বাকি রয়েছে। টেস্ট ক্রিকেটকে নিয়ে এ কেমন ব্যাঙ্গ! #RIPTESTCRICKET.' অর্থাৎ, টেস্ট ক্রিকেটের আত্মার শান্তি হোক। Eden Test Record, IND vs SA: ইডেনে দ্বিতীয়বার দেখা গেল এমন দৃশ্য! নেপথ্যে বুমরাহের ঘাতক বোলিং সত্যি কথা বলতে কী, একটা টেস্ট ক্রিকেট ম্য়াচ মূলত ৫ দিন ধরে চলেছে। কিন্তু, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্য়াচ আপাতত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে; তা দেখে আশঙ্কা করা হচ্ছে যে আড়াই দিনে হয়ত ম্য়াচটা শেষ হয়ে যাবে। দুটো দলের এমন খারাপ পারফরম্য়ান্স দেখেই রীতিমতো ভড়কে ওঠেন ভাজ্জি। IND vs SA Highlights Cricket Score, 1st Test: শেষ প্রথম দিনের খেলা, কত রান করল টিম ইন্ডিয়া? আপাতত ৬৩ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা প্রথম দিন দক্ষিণ আফ্রিকা ১৫৯ রানে অলআউট হয়ে গিয়েছিল। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ৫ উইকেট শিকার করেছিলেন। এর জবাবে ভারত ১৮৯ রান করে। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৩০ রানের লিড নিয়েছিল। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ৯৩ রান করেছে। দক্ষিণ আফ্রিকার কাছে আপাতত ৬৩ রানের লিড রয়েছে।
IMD Kolkata: নভেম্বরের মাঝামাঝি পশ্চিমবঙ্গ জুড়ে শীতের আমেজ তীব্র। কলকাতা থেকে দার্জিলিং-কালিম্পং রাতের তাপমাত্রা কমছে, ভোরের দিকে কুয়াশা বাড়ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলি শীতের আমেজ লক্ষ্য করা গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পরবর্তী দু-তিন দিনে কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ রবিবার কলকাতায় সর্বনিন্ম তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতায় সকাল ও সন্ধ্যার পর থেকে শীতের আমেজ তীব্রভাবে টের পাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলিতে কলকাতায় তাপমাত্রার বড় কোনো ওঠাপড়া হবে না। আপাতত শহরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আরও পড়ুন- লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে বাংলা যোগ! উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ডাক্তারি পড়ুয়া কলকাতায় হালকা শীতের আমেজ থাকলেও সেভাবে জাঁকিয়ে ঠান্ডা এখনও পড়েনি। তবে কার্তিক মাসে এমন আরামদায়ক ঠান্ডায় খুশি শহরবাসী। দিনের বেলাতেও আবহাওয়া বেশ স্বস্তিদায়ক থাকছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে—উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সব জেলাতেই এই প্রবণতা দেখা যাবে। সকালবেলা কুয়াশার দাপট দেখা যাবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কোনও ধরনের ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা দেখা দিতে পারে, কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র? দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আগামী দু’দিন মোটের ওপর স্বাভাবিক থাকবে। তবে গাঙ্গেয় অঞ্চলের বেশ কয়েকটি জেলায় পারদ ২-৩ ডিগ্রি কমতে পারে। এরপর আবার পরবর্তী তিন দিনে তা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি বাড়বে বলেই পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ বায়ুর প্রভাবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নিম্নাঞ্চলেও দক্ষিণবঙ্গের মতোই তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে। আবহাওয়া দফতরের আশঙ্কা, নভেম্বরের শেষভাগ অথবা ডিসেম্বরের শুরুতে দুই বঙ্গে প্রবল শীত থাবা বসাতে পারে। আরও পড়ুন- Srinagar blast: আবারও রক্তাক্ত ভূস্বর্গ! শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯, আহত ২৯ পশ্চিমী শীতল হাওয়ার কারণে উত্তরে ও পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা কমছে। এর ফলেই পাহাড়ি এলাকাগুলিতে সকালে কুয়াশা বাড়ছে। তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার রাজ্যে আকাশ পরিষ্কার থাকবে। সকালবেলার কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দাপট দেখা যাবে। দিনভর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকাল ও রাতে ঠান্ডার অনুভূতি মিললেন দুপুরে আবহাওয়া তুলনামূলক উষ্ণ থাকবে। রাজ্যের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। রবিবার থেকে বঙ্গোপসাগরের দিক থেকে আসা উষ্ণ বায়ুর কারণে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পারদ সামান্য বাড়তে পারে। আরও পড়ুন- SIR আতঙ্কে বাংলায় পরপর মৃত্যু! দায় কার? কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল SIR-এর জের! লাটে উঠেছে পঠন-পাঠন, কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ছাত্র-অভিভাবকরা
IND vs SA Live Cricket Score, 1st Test: আজই ফয়সালা ইডেন টেস্টের? প্রমাদ গুনছেন সমর্থকরা
India vs South Africa Test Match: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত প্রথম টেস্ট ম্য়াচ খেলা হচ্ছে। রবিবার (১৬ নভেম্বর) এই টেস্ট ম্য়াচটি তৃতীয় দিনে পা রাখছে। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের হাল যে বেশ নড়বড়ে তা বলা যেতেই পারে। মাত্র ৯৩ রানেই প্রোটিয়া ব্রিগেড ৭ উইকেট হারিয়ে ফেলেছে। লিড রয়েছে মাত্র ৬৩ রানের। এই পরিস্থিতিতে যদি রবিবাসরীয় সকালের প্রথম একঘণ্টায় বাকি তিনটে উইকেট শিকার করতে পারেন ভারতীয় (Indian Cricket Team) বোলাররা, তাহলে আশা করা যেতে পারে যে মধ্যাহ্নভোজের আগেই ম্য়াচ শেষ হয়ে যাবে এই ম্য়াচ। IND vs SA Highlights Cricket Score, 1st Test: তৃতীয় দিনই 'খতম' ইডেন টেস্ট? খারাপ উইকেট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন চরিত্র বদলেছে ইডেনের পিচ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শেষ কবে মাত্র ৩ দিনে একটা গোটা টেস্ট ম্য়াচ শেষ হয়ে গিয়েছে, সেটা বোধহয় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করতে পারবেন না। কিন্তু, এবার কেন এমন অবস্থা হল? সৌজন্যে ইডেনের টার্নিং উইকেট। যে উইকেটের জন্য কলকাতা নাইট রাইডার্স হত্যে দিয়ে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কাছে আর্জি জানাতেন, এবার টেস্ট ক্রিকেটের জন্য তেমনই উইকেট তৈরি করেছেন তিনি। আর সেকারণে দ্বিতীয় দিন থেকেই বল বাঁই-বাঁই করে ঘুরছে। IND vs SA Highlights Cricket Score, 1st Test: শেষ প্রথম দিনের খেলা, কত রান করল টিম ইন্ডিয়া? গম্ভীরের অনুরোধেই এমন উইকেট? অনেকেই বলছেন, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের ফরমায়েশে নাকি এমন উইকেট প্রস্তুত করা হয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে তিনি নাকি কোনও বাড়তি ঝুঁকি গ্রহণ করতে চাননি। আর তাই উইকেটকে হাতিয়ার করেই শত্রুপক্ষকে বধ করতে চেয়েছেন। কিন্তু, একটা প্রশ্ন মনের কোনে অবশ্যই কাঁটার মতো বিঁধতে শুরু করেছে। এমন উইকেট কি আদৌ ইডেনের গরিমা বৃদ্ধি করল? না আদতে সেটাকে কালিমালিপ্ত করল। প্রথম দিনের শেষেই দক্ষিণ আফ্রিকা এই উইকেট নিয়ে গজগজ করতে শুরু করেছিলেন। আর দ্বিতীয় দিনের শেষে তো হরভজন সিং পর্যন্ত ক্ষোভে ফেটে পড়লেন। ২০০১ সালে এই ইডেনের উইকেটেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক উইকেট শিকার করে ইতিহাস কায়েম করেছিলেন। IND vs SA, Cricketer Injury: আশঙ্কাই হল সত্যি, চোটের কারণে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার! ইডেন গার্ডেন্সের গরিমা হল না তো কালিমালিপ্ত? সেদিন যিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন, আজ তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি। এই নিয়ে দ্বিতীয়বার সিএবি-র কুর্সিতে ফিরে এসেছেন সৌরভ। সঙ্গে ৬ বছর পর ইডেনে ফিরে এসেছে টেস্ট ম্য়াচ। এই পরিস্থিতিতে যদি আইসিসি ক্রিকেটের নন্দনকাননের উইকেটে লাল কালির দাগ দিয়ে দেয়, সেটা কি সৌরভের প্রশাসনিক কেরিয়ারে প্রভাব ফেলবে না? প্রশ্ন রয়েছে একাধিক। উত্তর মেলেনি। হয়ত, এই ম্যাচ শেষ হলে পাওয়া যাবে সেই উত্তর। হয়ত টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর তাঁর আগ্রাসী স্বরে দেবেন সেই উত্তর। আপাতত তৃতীয় দিনের খেলায় ফোকাস করা যাক।
J&K Blast: ‘পাপা যেও না’, বারবার বলেছিল মেয়ে, থানায় সেলাই করতে গিয়ে প্রাণ গেল শফির
J&K Police Station Blast: নিহত মহম্মদ শফির এক আত্মীয় জানিয়েছেন, পুলিশ তাঁকে ডেকে নিয়ে গিয়েছিল বিস্ফোরক ভরা ব্য়াগগুলির মুখ সেলাই করতে। সকাল থেকেই তিনি থানায় ছিলেন। দুপুরে শুধু নমাজ পড়তে এসেছিলেন। রাত ৯টা নাগাদ রাতের খাবার খেতে আসলে, শফির মেয়ে বায়না ধরেছিল যে সে যেন আর থানায় না যান।
Bird Flu Virus: মানুষের দেহে ঢুকে পড়ল বার্ড ফ্লুয়ের ভাইরাস! আবার একটা মহামারি এল বলে?
H5N5 Outbreak: চিকিৎসক ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত পশুপাখির লালা, মিউকাস, মল, দুধ থেকে এই রোগ ছড়ায়। বসন্তের শেষভাগ বা শীতেই এই সংক্রমণ বাড়ার আশঙ্কা বেশি থাকে কারণ এই সময়ে পরিযায়ী পাখিরা গৃহপালিত বা খামারে পালিত পাখিদের সংস্পর্শে আসে।
English Channel Swimmer: জন্মদিনে কিংবদন্তি মিহির সেনকে স্মরণ, জানুন তাঁর জীবনের অজানা কথা
English Channel Swimmer: ভারতের সাঁতারের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম হলেন মিহির সেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বাঙালি সাঁতারু প্রথম ভারতীয় হিসেবে ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করে বিশ্বজোড়া পরিচিতি লাভ করেন। দূরগামী সাঁতারে তার অসাধারণ দক্ষতার জন্য ১৯৬৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাঁকে 'বিশ্বের শ্রেষ্ঠ লং-ডিস্ট্যান্স সাঁতারু' হিসেবে স্বীকৃতি দিয়েছিল। মিহির সেন পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় ১৯৩০ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন ডাক্তার রমেশচন্দ্র সেন, মায়ের নাম ছিল লীলাবতী সেন। মধ্যবিত্ত পরিবারের এই সন্তান খুব অল্প বয়সেই কটকে চলে যান লেখাপড়ার জন্য। তাঁর শিক্ষাজীবনে সবচেয়ে বড় প্রেরণা ছিলেন তাঁর মা। আরও পড়ুন- পরমাণু বোমা মারলেও এই ৭ আশ্চর্য প্রাণীর কিছু হবে না! কীর্তি শুনলে অবাক হয়ে যাবেন উৎকল বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনে স্নাতক হন। উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে ব্যারিস্টারি পড়ার স্বপ্ন ছিলেন তাঁর, কিন্তু আর্থিক বাধা সামনে আসে। ওড়িশার মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েক তাঁর প্রতিভা চিনে অর্থ সহায়তা করলে ১৯৫০ সালে মাত্র কয়েকটি টাকা ও তৃতীয় শ্রেণির টিকিট নিয়ে তিনি বিলেতে রওনা দেন। আরও পড়ুন- ট্যাংরার চিনে-কালীর অদ্ভুত ইতিহাস, জাগ্রত দেবীর প্রতি অগাধ বিশ্বাস ভক্তদের লন্ডনে সংগ্রামের জীবন লন্ডনে পৌঁছে তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হন মিহির সেন। রেলওয়ে স্টেশনে কুলির কাজ করতেন। দিনে কঠোর পরিশ্রম, রাতে পড়াশোনা—এভাবেই চলছে তাঁর জীবন। ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগের পর তিনি লিংকনস ইন-এ ব্যারিস্টারি পড়ার সুযোগ পান। ইন্ডিয়া হাউসে কাজ করতেন, আর রাতের সময় আইন পড়তেন। এই সময় একটি স্থানীয় পত্রিকায় আমেরিকান সাঁতারু ফ্লোরেন্স চ্যাডউইকের সাক্ষাৎকার পড়ে মিহির সেনের মনে জন্ম নেয় ইংলিশ চ্যানেল অতিক্রম করার স্বপ্ন। যদিও এর আগে তাঁর দীর্ঘ সাঁতারের অভিজ্ঞতা ছিল না। আরও পড়ুন- সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে চিজ পকোড়া, পরিবারের লোকজনের মুখে লেগে থাকবে! প্রশিক্ষণ শুরু করার পর তিনি দ্রুতই ফ্রি স্টাইল সাঁতারে দক্ষতা অর্জন করেন। অনেক ব্যর্থতা ও চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত ১৯৫৮ সালের ২৭ সেপ্টেম্বর প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। হয়েছিলেন বিশ্বের চতুর্থ দ্রুততম। এই সাফল্যের ফলে ভারত-সহ বিশ্বজুড়ে তাঁর নাম ছড়িয়ে পড়ে। ইন্ডিয়া হাউসে লর্ড ফ্রেইবার্গের হাত থেকে তিনি সম্মাননা গ্রহণ করেন। আরও পড়ুন- ভারতের এই ৫টি স্থাপত্যের বয়স ৫০০ বছরেরও বেশি, গিয়েছেন কখনও? ইংল্যান্ডে সাফল্য পাওয়ার পর দেশে ফিরে তিনি কলকাতা হাইকোর্টে ফৌজদারি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে ব্যবসায়ও অসম্ভব সাফল্য লাভ করেন। তাঁর কোম্পানি সরকারি অনুমোদন পায় এবং দ্রুতই ভারতের দ্বিতীয় বৃহত্তম রেশম রফতানিকারক প্রতিষ্ঠান হয়ে ওঠে। ১৯৭৭ সালের নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হন। এতে তাঁর ব্যবসা সরকারের বিরোধিতার শিকার হয় এবং শ্রমিক ইউনিয়নের চাপে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। মিহির সেনের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন— পদ্মশ্রী (১৯৫৯), পদ্মভূষণ (১৯৬৭), গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস (১৯৬৯), ব্লিটজ নেহেরু ট্রফি (১৯৬৭)। তিনি ছিলেন নিঃসন্দেহে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সাঁতারু। জীবনের শেষদিকে মিহির সেন অ্যালঝাইমার্স এবং পারকিনসন রোগে আক্রান্ত হন। দীর্ঘ অসুস্থতার পর ১৯৯৭ সালের ১১ জুন তিনি মারা যান।
Shubman Gill Latest News: আশঙ্কাই হল সত্যি! মারাত্মক বিপদে শুভমান গিল
Shubman Gill: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই ম্য়াচের দ্বিতীয় দিন ভয়ঙ্কর চোট পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। শুভমানের চোট ভারতীয় ক্রিকেট সমর্থকদের দুশ্চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কলকাতা টেস্টের (India vs South Africa Test Match) প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুভমান গিল মাত্র ৩ বলই খেলার সুযোগ পেয়েছিলেন। এমন সময় তাঁর ঘাড়ে চোট লাগে। এরপর ফিজিওর সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলেন তিনি। অবশেষে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন। ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে আপাতত একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দ্বিতীয় ইনিংসে আদৌ ব্যাট করতে পারবেন গিল? Shubman Gill: কতটা গুরুতর শুভমানের চোট? আদৌ ইডেনে আর ব্যাট করতে পারবেন তিনি? হাসপাতালে ভর্তি হলেন শুভমান গিল! টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, শনিবার সন্ধ্যার পর থেকেই শুভমানের ঘাড়ে যন্ত্রণা বাড়তে শুরু করে। সেকারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। জানা গিয়েছে, বিশ্রাম না পাওয়ার কারণেই তাঁর পেশিতে টান ধরেছে। ইতিমধ্যে তাঁর ঘাড়ে স্ক্যান করানো হয়েছে। পাশাপাশি যখন স্টেডিয়াম থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দিচ্ছিলেন, সেইসময় শুভমানের গলায় মোটা কলার দেখতে পাওয়া গিয়েছে। আপাতত স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা করছে বিসিসিআই-এর মেডিক্যাল টিম। South Africa vs India, Shubman Gill Injury: টিম ইন্ডিয়ার চরম দুঃসংবাদ, ভয়ঙ্কর চোটে কাহিল অধিনায়ক শুভমান গিল মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন গিল শুভমান গিল আপাতত মেডিক্যাল টিমের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। জানা গিয়েছে, গোটা রাতই নাকি তাঁকে এই পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আপাতত, যাবতীয় চিকিৎসা স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করবে। প্রথম ইনিংসে জোড়া উইকেট পতনের পর ব্যাট করতে নেমেছিলেন শুভমান গিল। কিন্তু, মাত্র ৩ বলই তিনি খেলার সুযোগ পেয়েছিলেন। একটা বাউন্ডারি হাঁকাতে না হাঁকাতেই তিনি ঘাড়ে চোট পান। IND vs SA Highlights Cricket Score, 1st Test: তৃতীয় দিনই 'খতম' ইডেন টেস্ট? খারাপ উইকেট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন তৃতীয় দিনের খেলা হবে আরও রোমাঞ্চকর কলকাতা টেস্ট মাত্র ২ দিনেই প্রায় শেষ হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, রবিবার (১৬ নভেম্বর) এই ম্য়াচের ফয়সালা হয়ে যাবে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারতেন শুভমান গিল। কিন্তু আপাতত যা পরিস্থিতি, তাতে ইডেন টেস্টে তিনি আর মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দর্শকরা শুভমানের জন্য অপেক্ষা করলেও, হয়ত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে ক্রিকেটের নন্দনকাননে দেখতে পাওয়া যাবে না। এই টেস্ট ম্য়াচে এখনও পর্যন্ত বোলারদেরই দাপট দেখতে পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত কোনও ব্য়াটারই হাফসেঞ্চুরি করতে পারেননি।
Delhi Blast News: এখনও যেন গোটা ঘটনাটা বিশ্বাস হচ্ছে না। এই দুই হেড কনস্টেবল, অজয় কুমার ও থান সিং জানিয়েছেন, সোমবার দীর্ঘক্ষণ চাঁদনী চক মার্কেটের উল্টোদিকে লালকেল্লা গেটের কাছে রাস্তার উপরেই দাঁড়িয়ে ছিলেন। যে মুহূর্তে সরে যান, তখনই ঘটে যায় দিল্লির বুকে লালকেল্লা গেটের কাছে বিস্ফোরণ।
Bengal SIR: SIR-এর জের! লাটে উঠেছে পঠন-পাঠন, কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ছাত্র-অভিভাবকরা
Bengal SIR: পূর্ব বর্ধমানের জামালপুরে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার জেরে লাটে উঠেছে পড়াশুনা। নির্বাচন কমিশনের নির্দেশে হালাড়া প্রাথমিক বিদ্যালয়ের চারজন শিক্ষককেই বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে নিযুক্ত করা হয়েছে। ফলে নিয়মিত পঠন-পাঠন কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ডিসেম্বরেই স্কুলে বার্ষিক পরীক্ষা, তার আগে শিক্ষকসংকটে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। তাঁদের দাবি—শিশুদের কথা ভেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। আরও পড়ুন- লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে বাংলা যোগ! উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ডাক্তারি পড়ুয়া ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হালাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা ১১২। তিন শিক্ষক লক্ষীকান্ত মালিক, সুজিত বাগ, অভিজিৎ মিত্র এবং শিক্ষিকা সুজাতা মিশ্র মুখোপাধ্যায়, চারজনই এখন ‘এনুমারেশন ফর্ম’ বিলি ও সংশ্লিষ্ট কাজে এতটাই ব্যস্ত যে ৪ নভেম্বর থেকে তাঁরা নিয়মিত স্কুলে পাঠদান করতে পারছেন না। প্রধান শিক্ষক সুজিত বাগ জানান, SIR প্রক্রিয়া নিখুঁতভাবে সম্পন্ন করার নির্দেশ থাকায় চারজন শিক্ষকেরই স্কুলে উপস্থিত হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তবু স্কুলে তালা পড়া আটকাতে তাঁরা পালা করে দিনে একজন করে স্কুল সামলানোর চেষ্টা করছেন। মিড-ডে মিল ব্যবস্থাও চালু রয়েছে। আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র? স্কুলে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে ব্লক প্রশাসন ইটলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহম্মদ আসিফ ফিরদৌসিকে অস্থায়ীভাবে হালাড়া প্রাথমিক বিদ্যালয়ে পাঠিয়েছে। তিনি বর্তমানে একাই একাধিক শ্রেণির পড়াশোনা, মিড-ডে মিল সহ সব দায়িত্ব পালন করছেন। আসিফ বলেন, “একাই গোটা স্কুল চালানো অত্যন্ত কঠিন। তবুও বাচ্চাদের কথা ভেবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।” আরও পড়ুন- Srinagar blast: আবারও রক্তাক্ত ভূস্বর্গ! শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯, আহত ২৯ সমস্যায় ক্ষুব্ধ অভিভাবকরা। পড়ুয়ার মা দেবিকা পোড়েল বলেন, “ডিসেম্বরে পরীক্ষা। অথচ চার শিক্ষকই ভোটার তালিকার কাজে ব্যস্ত। একজন শিক্ষক কীভাবে শতাধিক ছাত্রের স্কুল চালাবেন?” শিশুদের মধ্যেও অনীহা ও মনোবেদনার সৃষ্টি হয়েছে, তারা দ্রুত তাদের প্রিয় শিক্ষকদের ফিরে পেতে চাইছে।জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলেন, “নির্বাচন কমিশন যদি রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিত, তবে এমন সংকট তৈরি হত না। এতে স্কুলও অচল হচ্ছে, আবার SIR-এর কাজও জটিল হয়ে পড়ছে।”
এই ২ পুলিশকর্মীও উড়ে যেতেন বিস্ফোরণে, কীভাবে বাঁচলেন?
Delhi Blast Update: হেড কনস্টেবল অজয় কুমার। পুলিশ চৌকি থেকে মাত্র ৩০ ফুট দূরে একটা চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন। এতেই প্রাণ বাঁচল তাঁদের। যে সময়ে তারা পুলিশ চৌকি থেকে দূরে যান, সেই সময়ই ভয়াবহ বিস্ফোরণ হয়। ওখানে থাকলে তাদের মৃত্যুও কার্যত নিশ্চিত ছিল।
Ajker Rashifal Bengali, 16 November 2025: রবিবার ১৬ নভেম্বর ২০২৫, জেনে নিন আজকের রাশিফল এবং শুভ সময়
Ajker Rashifal Bengali, 16 November 2025: আজ রবিবার, ১৬ নভেম্বর ২০২৫। আজ জন্ম হলে আপনার রাশি বৃশ্চিক। আজকের গ্রহগত অবস্থান অনুযায়ী আপনার ওপর প্রভাবকারী প্রধান গ্রহ হল নেপচুন এবং মঙ্গল। ১৬ তারিখে জন্ম হওয়ায় নেপচুনের প্রভাব আপনাকে আরও সংবেদনশীল, কল্পনাশক্তি প্রবণ এবং আধ্যাত্মিক মনোভাবাপন্ন করে তুলবে। মেষ/ Aries রাশিফল Rashifal আজ কর্মক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মীদের থেকে সহযোগিতা পাবেন। জটিল কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় আজ অতিরিক্ত নির্ভরশীলতা ক্ষতির কারণ হতে পারে। নিজের ব্যবসায়িক গোপনীয়তা রক্ষা করা দরকার। শুভ সংখ্যা: ৩৩ আরও পড়ুন- পরমাণু বোমা মারলেও এই ৭ আশ্চর্য প্রাণীর কিছু হবে না! কীর্তি শুনলে অবাক হয়ে যাবেন বৃষ/ Taurus রাশিফল Rashifal মেধাবী শিক্ষার্থীরা আজ পড়াশোনায় বেশি মনোযোগী হতে পারবেন। প্রেম–সম্পর্কে কিছু জটিলতা দেখা দিতে পারে। সৃজনশীল পেশাজীবীরা ভালো রোজগারের সুযোগ পাবেন। শুভ সংখ্যা: ৭৪ আরও পড়ুন- ট্যাংরার চিনে-কালীর অদ্ভুত ইতিহাস, জাগ্রত দেবীর প্রতি অগাধ বিশ্বাস ভক্তদের মিথুন/ Gemini রাশিফল Rashifal পারিবারিক প্রত্যাশা পূরণের ভালো সময়। কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সহায়তা পাবেন। ব্যক্তিগত প্রয়োজনে বাহন কেনার প্রয়োজন হতে পারে। আত্মীয়দের সহায়তায় পারিবারিক কাজ সহজ হবে। শুভ সংখ্যা: ৪৬ আরও পড়ুন- সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে চিজ পকোড়া, পরিবারের লোকজনের মুখে লেগে থাকবে! কর্কট/ Cancer রাশিফল Rashifal মধ্যস্থতা বা কমিউনিকেশন সম্পর্কিত কাজে উন্নতি দেখা দেবে। গার্মেন্টস বা বস্ত্র ব্যবসায়ীদের আয়ের যোগ রয়েছে। অনলাইন পেমেন্টে সতর্কতা অবলম্বন করুন। শুভ সংখ্যা: ২৯ আরও পড়ুন- ভারতের এই ৫টি স্থাপত্যের বয়স ৫০০ বছরেরও বেশি, গিয়েছেন কখনও? সিংহ/ Leo রাশিফল Rashifal খাদ্য, পানীয় ও মার্কেটিং ব্যবসায় আজ লাভের সম্ভাবনা বেশি। বকেয়া টাকা আদায়ে সুবিধা হবে। আর্থিক দিক থেকে এগিয়ে যাওয়ার দিন। শুভ সংখ্যা: ৪১ কন্যা/ Virgo রাশিফল Rashifal আজ সকল ধরনের কাজেই সাফল্য মিলবে। আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেশি। গৃহস্থালি কাজে জীবনসঙ্গীর সহায়তা পাবেন। শুভ সংখ্যা: ৯৩ তুলা/ Libra রাশিফল Rashifal ব্যয়বহুল দিন। তবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো লাভ করবেন। আইনি সমস্যার সমাধান হতে পারে। শুভ সংখ্যা: ৭৮ বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বন্ধুদের সাহায্য পাবেন। বড় ভাই–বোনের সঙ্গে অযথা বিরোধ এড়িয়ে চলুন। ঘরোয়া কাজের উন্নতি হবে এবং প্রিয়জনদের সহায়তা পাবেন। শুভ সংখ্যা: ২২ ধনু/ Sagitarious রাশিফল Rashifal আজ কর্মক্ষেত্রে সাফল্যের দিন। ব্যবসায় প্রভাবশালী কেউ কিছু দাবি করতে পারে। পারিবারিক জীবনে পিতার সঙ্গে মতভেদ এড়িয়ে চলা দরকার। শুভ সংখ্যা: ৬৫ মকর/ Capricorn রাশিফল Rashifal ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো কোনও সুযোগ পেতে পারেন। শুভ সংখ্যা: ৪৫ কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal পুরোনো আর্থিক ঝুঁকি থেকে দূরে থাকুন। পাওনাদারের সঙ্গে মতানৈক্য হতে পারে। ব্যাংক ঋণের চাপ বাড়তে পারে। শেয়ারবাজারে বিনিয়োগ না করাই নিরাপদ। শুভ সংখ্যা: ৩৭ মীন/ Pisces রাশিফল Rashifal গৃহস্থালি কাজে অগ্রগতি হবে। ব্যবসায় জটিলতা এড়াতে সতর্ক থাকুন। জীবনসঙ্গীর সহায়তায় অনেক কাজ সহজ হবে। পার্টনারশিপ ব্যবসায় উন্নতি হবে। শুভ সংখ্যা: ৪৯ আজ চন্দ্র অবস্থান করছে কন্যা রাশিতে। তিথি হিসেবে শেষরাত ৫:৫৮ পর্যন্ত। শুভ সময়গুলো হল— সকাল: ৭:০৬–৯:১৭, দুপুর: ১২:১৩–৩:০৮, বিকেল: ৩:৫২–৪:৩৬, রাত: ৭:৫৬–৯:৪০, ১২:১৭–২:০১, ২:৫৩–৬:২৬।
Election Commission Meeting: বিএলওদের ঘাড়ে নামবে শাস্তির খাঁড়া! শনিতে সতর্ক করল কমিশন
ECI Meeting Today: এই আবহেই বৈঠকের ডাক রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের। আগামী ১৮ই নভেম্বর ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসতে চলেছে রাজ্যে। তার আগে শনিবার আয়োজন হল আরও একটি বৈঠকের। জেলাশাসকদের সঙ্গে 'লাস্ট মিনিট প্রিপারেশন' সেরে নিলেন রাজ্যের সিইও।
Horoscope Today on November 16 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
কম রানেও বড় রেকর্ড! ইডেনে নতুন ইতিহাস রাহুলের
বিরল এক রেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার।
Kalyan Banerjee: রাজভবনের ভিতরে মজুত বন্দুক-বোমা? বিস্ফোরক কল্যাণ! শুরু হতে পারে তদন্ত
Kalyan Banerjee on CV Ananda Bose: শনিবার চুঁচুড়ার তৃণমূলের লিগ্যাল সেলের একটি সভায় উপস্থিত হন সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়। সেই সভা শেষে বেরনোর পথেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর তখন রাজভবন নিয়ে 'কুরুচিকর' মন্তব্য করতে শোনা যায় তাঁকে। সামনেই বিধানসভা নির্বাচন।
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
বিস্ফোরণের দুঃস্বপ্ন মুছে ফের খুলছে লালকেল্লা, পর্যটকদের সুখবর দিল কেন্দ্র
গত মঙ্গলবার থেকে বন্ধ ছিল লালকেল্লা।
“বিহারের মানুষকে রাজনীতি শেখানোর দরকার নেই। তাদের ক্ষমতা আছে বিশ্বকে রাজনীতি শেখানোর।” বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র ঐতিহাসিক জয়ের পর শনিবার সুরাট সফরে গিয়ে তিনি বিহারি ভোটারদের উদ্দেশে বিজয়ের বার্তা দেন এবং বিরোধী মহাজোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। আরও পড়ুন- এবেলা গিয়ে ওবেলা ফিরুন! কলকাতার কাছেই কোলাহলমুক্ত অপরূপ এই প্রান্ত যেন লুকনো স্বর্গ! প্রধানমন্ত্রী মোদী বলেন, বিহারে সর্বত্র উন্নয়নের স্লোগান শোনা যাচ্ছে। “এই নির্বাচনে বিহারের মানুষ মাত্র একটি ইস্যুতেই ভোট দিয়েছেন—উন্নয়ন। নারী ও যুবসমাজ এমন একটি শক্তিশালী সমন্বয় গড়ে তুলেছে, যা আগামী কয়েক দশক ভারতের রাজনীতির সুদৃঢ় ভিত্তি হয়ে দাঁড়াবে।” আরও পড়ুন- বিহারের ঝড় পেরিয়ে বাংলার ময়দান! ওয়াইসির মিম কি বদলে দেবে '২৬-এর ভোটচিত্র? নীতিশ কুমারকে অপমান করার জন্য বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “গত দু-তিন বছরে বিহার বিধানসভায় নীতিশজির প্রতি যেভাবে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, তা দেশের মানুষ মেনে নেয় নি। পাটনায়ও শিষ্টাচারের পতন হয়েছে।” বিরোধী মহাজোটকে আক্রমণ করে তিনি বলেন, “জামিনে থাকা নেতারা বিহারে ঘুরে জাতপাতের রাজনীতি করেছেন। কিন্তু বিহারের মানুষ সেই 'বিষ' প্রত্যাখ্যান করেছেন। দলিত অধ্যুষিত এলাকাগুলিতে এনডিএ ৩৮ শতাংশ আসনে জয় পেয়েছে। যারা দলিত সমাজকে বিভক্ত করতে চেয়েছিল তাদের জন্য এটি বড় বার্তা।” আরও পড়ুন- বিহারের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কি এই বিজেপি নেতাও? বাড়ল নীতীশের রক্তচাপ, চিরাগের বড় সিদ্ধান্ত তিনি আরও কটাক্ষ করে বলেন, মহাজোট এখন পরাজয়ের দায় এড়াতে কখনও ইভিএম, কখনও নির্বাচন কমিশন, আবার কখনও এসআইআর-কে দোষারোপ করছে। “অজুহাতের এই খেলা কয়েক দিন চলতে পারে, কিন্তু মানুষ তা মেনে নেবে না।” মোদী বলেন, “জাতি প্রথম—এই মন্ত্রে আমরা বিশ্বাস করি। ঐক্য ও উন্নয়নই আমাদের লক্ষ্য।” তিনি বলেন, বিহারের সম্ভাবনা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। “বিহার উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছানোর আকাঙ্ক্ষা দেখাচ্ছে। এই নির্বাচন সেই ইচ্ছার প্রতিফলন।” আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র?
‘কয়েক ঘণ্টা পরেই…’, ইডেনের পিচকে ‘খারাপ’বললেন ভারতের বোলিং কোচ!
ইডেনের ২২ গজে গত দু'দিনে পড়েছে ২৬ উইকেট।
PM Modi in Surat: বিহারের মানুষ জাতপাত নয়, বিকাশে বিশ্বাসী: মোদী
Modi in Surat: প্রতি বছর বিহার থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক পৌঁছে যান গুজরাটে। শনির ভাষণে তাঁদের সম্বোধন করতে ভোলেননি মোদী। তাঁদের হাতেই গুজরাটের বিকাশ হয়েছে, আধুনিক গুজরাট গড়ে উঠেছে বলে দাবি প্রধানমন্ত্রীর। পাশাপাশি, বিহারের প্রসঙ্গ তুলে বিরোধী শিবিরের দিকে তিঁর ছুঁড়ে দিয়েছেন তিনি।
Top 5 Sports News, 15 November: টেস্ট ক্রিকেট থেকে IPL-এর রঙ্গমঞ্চ, একনজরে দিনের সেরা ৫ খবর
Top 5 Sports News: শনিবার (১৫ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ইডেন টেস্টে দ্বিতীয় দিনের শেষে হারের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, মিনি অকশনের আগে রিটেনশন তালিকা প্রকাশ করল আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িগুলো। এদিকে আবার বাংলাদেশের ব্যাটার হাবিবুর রহমান সোহান দুর্ধর্ষ শতরান করলেন ইমার্জিং এশিয়া কাপে। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই৫ সেরা খবর। তিন দিনেই শেষ ইডেন টেস্ট? ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa Test Match) প্রথম টেস্ট ম্য়াচ আপাতত রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তৃতীয় দিনই হয়ত এই ম্য়াচ শেষ হয়ে যাবে। দ্বিতীয় দিন খারাপ আলোর কারণে কিছুটা আগেই খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। যদিও দিনের শেষে দক্ষিণ আফ্রিকা মাত্র ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে। লিড রয়েছে মাত্র ৬৩ রানের। পড়ে নিন বিস্তারিত: IND vs SA Highlights Cricket Score, 1st Test: তৃতীয় দিনই 'খতম' ইডেন টেস্ট? খারাপ উইকেট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন রাসেলকে ছাড়ল KKR ব্রিগেড ১১ বছর পর আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। শনিবার কেকেআর ব্রিগেড তাদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নেই আন্দ্রে রাসেলের নাম। গত মরশুমে ১২ কোটি টাকার বিনিময়ে এই ক্যারিবিয়ান ক্রিকেটারকে রিটেন করেছিল নাইট ম্য়ানেজমেন্ট। কিন্তু, প্রত্যাশা অনুসারে তিনি পারফরম্য়ান্স করতে পারেননি। পড়ে নিন বিস্তারিত: Andre Russell KKR: ছেড়ে দেওয়া হল রাসেলকে, আদৌ সঠিক সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স? দুরন্ত শতরান হাবিবুরের ২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে হংকংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্য়াচে টাইগার বাহিনীর হয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন হাবিবুর রহমান সোহান। মাত্র ৩৫ বলে তিনি ১০০ রানের একটি অপরাজিত ইনিংস দলকে উপহার দেন। আর এই ইনিংসের সুবাদেই ৮ উইকেটে জয়লাভ করল বাংলাদেশ। পড়ে নিন বিস্তারিত: Habibur Rahman Sohan: শুধু চার-ছক্কার বন্যা, বিস্ফোরক শতরান হাবিবুর সোহানের! দাপুটে জয় বাংলাদেশের ঘাড়ে চোট শুভমানের ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল ঘাড়ে ভয়ঙ্কর চোট পেয়েছেন। ইডেন টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন তিনি। ৩ বল খেলে ৪ রানও করেন। এরপর একটি সুইপ শট মারতে গিয়ে ঘাড়ের পেশিতে টান লাগে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর কোনও সুরাহা হয়নি। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। দ্বিতীয় ইনিংসেও তিনি ব্যাট করতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পড়ে নিন বিস্তারিত: Shubman Gill: কতটা গুরুতর শুভমানের চোট? আদৌ ইডেনে আর ব্যাট করতে পারবেন তিনি? শামির খেলা দেখতে যাবেন আগরকর রবিবার (১৬ নভেম্বর) থেকে অসমের বিরুদ্ধে খেলতে নামবে বাংলা ক্রিকেট দল। এই ম্য়াচটি কল্যাণী স্টেডিয়ামে আয়োজন করা হবে। বাংলার হয়ে খেলতে নামবেন পেস তারকা মহম্মদ শামি। শোনা যাচ্ছে, শামির বোলিং দেখার জন্য নাকি কল্যাণী স্টেডিয়ামে আসতে পারেন টিম ইন্ডিয়ার মুখ্য নির্বাচক অজিত আগরকর। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কিছু জানা যায়নি। পড়ে নিন বিস্তারিত: Mohammed Shami and Ajit Agarkar: শামির বোলিং আদৌ দেখবেন আগরকর? বিশেষ শর্তেই আটকাল জট
Rohini Acharya |‘আমার কোনও পরিবার নেই’, বিচ্ছেদের আবহে বিস্ফোরক লালু-কন্যা!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি (RJD)-র ভরাডুবির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই লালু প্রসাদ যাদবের পরিবার ও দলে চরম অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এল। লালু-কন্যা রোহিণী আচার্য (Rohini Acharya) রাজনীতি ছাড়ার এবং নিজের পরিবারকে ‘অস্বীকার’ করার বিস্ফোরক ঘোষণা করার পর শনিবার পাটনা বিমানবন্দরে সাংবাদিকদের কাছে আরও একবার দৃঢ়ভাবে বলেন, “আমার কোনও পরিবার নেই”। […] The post Rohini Acharya | ‘আমার কোনও পরিবার নেই’, বিচ্ছেদের আবহে বিস্ফোরক লালু-কন্যা! appeared first on Uttarbanga Sambad .
Explained: আধার কার্ড থাকলে আপনি নাগরিক নন! কিন্তু কেন?
SIR in Bengal: এত বছর ধরে যে কার্ডকে প্রতিটি স্তরে গুরুত্ব দিল কেন্দ্র সরকার। নিবিড় পরিমার্জন শুরু হতেই কেন সেটিকে বাদ দিতে উদ্যত্ত হল কমিশন? এই প্রশ্নই তুলেছেন একাংশ। বাংলায় এসআইআর-এর কাজ চলছে। আপাতত ঘরে-ঘরে ফর্মও পৌঁছে গিয়েছে। এবার প্রশ্ন হল নথি দেখানোর পর্বে আধার কার্ড দেখালে কি কাজ হবে? নাকি এই কার্ড নিতে নাকচ করবে কমিশন? সুপ্রিম কোর্ট কী বলছে? কমিশন কি বলছে?
SSC Interview List Out Today: আন্দোলনের অন্যতম মুখ এরা। দিন হোক বা রাত, করুণাময়ীতে বিকাশ ভবনের সামনে সর্বক্ষণই দেখা গিয়েছে এঁদের। চোখে-মুখে উদ্বেগের ছাপ, প্রতিবাদের ক্লান্তি, নিরাশা ধরা পড়েছে প্রতি মুহূর্তে। কিন্তু শনিবার যখন নতুন নিয়োগ প্যানেলের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হল, তখন কি এঁনাদের কারওর ঠোঁটে সামান্য হলেও হাসির ঝলক দেখা গেল?
Haldibari |হলদিবাড়ির তনুশ্রীর নেতৃত্বে ভারত-সেরা বাংলা
অমিতকুমার রায়,হলদিবাড়ি: হলদিবাড়ির মেয়ে তনুশ্রীর নেতৃত্বে জাতীয় স্তরের ভলিবল প্রতিযোগিতায় ভারত সেরা হল বাংলা। পাঁচ দিনব্যাপী চলা এই ৬৯তম জাতীয় স্কুল গেমস ভলিবলের আসর বসেছিল উত্তরপ্রদেশের বারৌলিতে। তাতে অনুর্ধ ১৭ বালিকা ভলিবলে সেরার শিরোপা ছিনিয়ে নেয় বাংলার বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে গঠিত দল। আর সেই দলের ১২ জন সদস্যের মধ্যে হলদিবাড়ি ব্লকের সীমান্তবর্তী দেওয়ানগঞ্জ হাইস্কুলের […] The post Haldibari | হলদিবাড়ির তনুশ্রীর নেতৃত্বে ভারত-সেরা বাংলা appeared first on Uttarbanga Sambad .
‘তেজস্বী ঘরছাড়া করেছেন’, রোহিণীর বিস্ফোরক বয়ানে চরমে লালুপরিবারের ‘গৃহযুদ্ধ’
দলে কেউ প্রশ্ন করলে তাঁকে জুতো মারা হয় বলে অভিযোগ রোহিণীর।
Shubman Gill |ইডেন টেস্টে বড় ধাক্কা ভারতের! ঘাড়ের চোটে হাসপাতালমুখী অধিনায়ক গিল
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টের মাঝেই চরম উদ্বেগ ভারতীয় শিবিরে। ব্যাট করার সময় ঘাড়ের মারাত্মক চোটে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অধিনায়ক শুভমান গিল। শনিবার তাঁকে তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ‘নেক স্প্যাজম’ বা ঘাড়ের পেশিতে টান বলে জানানো হলেও, তাঁর বাকি ম্যাচে খেলা নিয়ে চরম […] The post Shubman Gill | ইডেন টেস্টে বড় ধাক্কা ভারতের! ঘাড়ের চোটে হাসপাতালমুখী অধিনায়ক গিল appeared first on Uttarbanga Sambad .
আইসিইউ’তে শুভমান, প্রথম টেস্টে কি আর নামতে পারবেন ভারত অধিনায়ক?
এমন খবরে চিন্তা বাড়াল ভারতীয় শিবিরে।
‘সুশাসন বাবু’র উপরই আস্থা বিহারের মহিলাদের
শতাংশর হিসাবে এবার আরজেডি সর্বোচ্চ ভোট পেয়েছে।
শুধু জলই যথেষ্ট নয়, মরশুমের সবজি ফুলকপি রান্নার আগে তা পরিষ্কার করুন এই পদ্ধতিতে
কোন পদ্ধতিতে ফুলকপি ধুয়ে পরিষ্কার করবেন রইল টিপস।
Suvendu Adhikari: বাংলায় এবার রাষ্ট্রপতিশাসন! দিনক্ষণ জানিয়ে বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari: পাটনায় এলেন শুভেন্দু অধিকারী। না এটা বিহারের রাজধানী পাটনা নয়। হুগলি জেলার পোলবা ব্লকের প্রত্যন্ত গ্রাম পাটনা। এই গ্রাম মূলত আদিবাসী অধ্যষিত। আদিবাসীদের দেবতুল্য বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর একটি মূর্তি উন্মোচনের পাশাপাশি এদিন এক জনসভায় ভাষণ দিতে গিয়ে রাজ্য সরকারকে একাধিক বিষয়ে তুলোধোনা করেন বিরোধী দলনেত। স্থানীয় বিজেপি নেতা স্বরাজ ঘোষের আমন্ত্রণে এদিন দুপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং কে সঙ্গে নিয়ে শুভেন্দুর এখানে আগমন হয়। এস আই আর নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সময়ে ভোটারলিস্ট না বেরোলে ভোট হবেনা, তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না, সাংবিধানিক ভাবেই হয়ে যাবে। আরও পড়ুন- বিহারের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কি এই বিজেপি নেতাও? বাড়ল নীতীশের রক্তচাপ, চিরাগের বড় সিদ্ধান্ত বিরোধী দলনেতা বিএলও ক্ষোভ নিয়ে বলেন,রাজ্য সরকার অসহযোগিতা করছে তাই বিএলও দের কাজে চাপ বাড়ছে। প্রতিটি এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর বিরোধী। বিহারে এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার নেওয়া হয়েছিল।চার মাসের জন্য। আর এখানে অনেকদিন আগে নির্বাচন কমিশন প্রপোজাল পাঠালেও মমতার নির্দেশে অর্থ দপ্তর তার অনুমোদন দেয়নি। তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছেন। আমাদের বিজেপির কোনো অসুবিধা নেই। কোনো তাড়াহুড়াও নেই। ৭ ফেব্রুয়ারির মধ্যে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না। আর ভোট না হলে ৫ মে রাস্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না সংবিধান অনুযায়ী হয়ে যাবে।তাই নির্বাচন কমিশনের পাশাপাশি তৃনমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি দায় বিজেপির কিছু নেই। আরও পড়ুন- Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়! গতকাল পড়শি রাজ্য বিহারে বিজেপি জোট বিধানসভা ভোটে রেকর্ড সংখ্যক জিতে এসেছে। মূলত মহিলারা দুহাত ভরে নীতিশকে ভোট দিয়েছেন। এরাজ্যেও কি বিধানসভা ভোটে মহিলারা বড় ফ্যাক্টর? এইপ্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা জানান,বিহারে মহিলা ভোট ফ্যাক্টর হলেও এখানে আরজি কর ফ্যাক্টর হবে। দূর্গাপুর হবে। কসবা ল কলেজে ফ্যাক্টর হবে। লক্ষী ভান্ডার সম্পর্কে তাঁর বক্তব্য,ওটা তো সরকারি টাকা। আর এখানে বিজেপিকে দেখে নকল করেছে। শুভেন্দুর দাবি, নারী ক্ষমতায়নের লক্ষ্যে এই রণের স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান। আর বিজেপির রাজ্যে শুধু ভাতায় সীমাবদ্ধ থাকে না। শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায়। চাকরিও দিতে হবে সামাজিক সুরক্ষাও দিতে হবে। লাখপতি দিদিও বানাতে হবে। এক সঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সব জায়গায় করেছে। আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র? শুভেন্দু আরও বলেন, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল নিয়োগে কোনো সংরক্ষণ নেই। সংবিধানে সংরক্ষণের যে অধিকার দেওয়া আছে তা কেড়ে নেওয়া হয়েছে। এত ভুয়ো এসটি সার্টিফিকেট! যারা এসটি নয় তাদের সার্টিফিকেট দিয়ে যারা এসটি তাদের অধিকার কাড়ছেন। নটা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার কেন মমতা দেননি? জনগোষ্ঠী গ্রামকে মডেল গ্রাম করতে চায় ভারত সরকার। যেখানে সৌরআলো থাকবে। পাকা বাড়ি, শৌচালয় থাকবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকবে। অলচিকি ভাষার পড়ার শিক্ষাকেন্দ্র থাকবে। নলকূপ থাকবে। সেখানে করতে দেননি কেন। পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ করার কথা বলব। দ্রৌপদি মূর্মুকে রাষ্ট্রপতি করার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আদিবাসীদের সর্বোচ্চ সম্মান দিতে চান। এটা কোনো ভাষন নয়। দেশের দুটি রাজ্যে এখনও আদিবাসী মুখ্যমন্ত্রী আছেন। আরও পড়ুন- কোন ফর্মূলায় ১০ বার টানা কুর্সিতে নীতীশ? কবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ? রাজ্যপাল বলেছেন বুলেটে নয় ব্যালটে ভোট করতে হবে,,সে প্রসঙ্গে বিরোধী নেতা বলেন,উনি ৩ বছর ধরে আছেন। ওনার উপলব্ধি থেকে বলছেন। জঙ্গলরাজকে উপরে ফেলতে হবে বলেছেন প্রধানমন্ত্রী,সে প্রসঙ্গে তিনি বলেন,প্রধানমন্ত্রী চারবার এসেছেন। উনি যা বলেছেন ঠিকই বলেছেন।
Crack Heel |সারাবছরই পা ফাটছে? কারণ হতে পারে কিছু শারীরিক সমস্যাও!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়লেই শুরু হয় পা ফাটার সমস্যা (Crack Heel)। তবে গরমকালেও অনেকে এই সমস্যায় ভোগেন। এই পা ফাটার নেপথ্যে থাকতে পারে কিছু শারীরিক সমস্যাও। সেগুলি কী কী, তা জেনে নিন। সোরিয়াসিস এই রোগের ক্ষেত্রে পা ফাটতে পারে। পায়ের তালুতে খোসার মতো চামড়া উঠতে থাকে এই রোগে। এটি ছড়িয়ে পড়তে পারে গোড়ালিতেও। […] The post Crack Heel | সারাবছরই পা ফাটছে? কারণ হতে পারে কিছু শারীরিক সমস্যাও! appeared first on Uttarbanga Sambad .
SIR Tension in Bengal: ‘সব সময় ফর্ম নিয়ে বসে থাকতেন…’, রাজ্যে আবার মৃত্যু! ‘দায়ী’ সেই SIR
SIR in Bengal: পরিবারের দাবি, ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের ব্যাপারটা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি। সেই আতঙ্কেই মানসিক অবসাদে চলে যাচ্ছিলেন। এদিন নিহতের মেয়ে বলেন, 'আমায় প্রতিদিন ফোন করত। বারংবার বলত, কোনও রকম যেন ভুলভ্রান্তি না হয়। ভুল হলেই বাংলাদেশে পাঠিয়ে দেবে।'
Sodium |রক্তে সোডিয়ামের মাত্রা কমেছে? এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হয়ে যান
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোনও কারণে রক্তে সোডিয়ামের মাত্রা (Sodium) অস্বাভাবিকভাবে কমে যাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মূলত দেহকোষের বাইরে থাকে সোডিয়াম। তাই শরীরে সোডিয়ামের ঘাটতি হলে কোষগুলি ফুলে যায়, তখনই হয় বিপত্তি। কেন এমনটা হয়? ১. ডায়ারিয়া হলে শরীরে সোডিয়ামের মাত্রা কমে য়েতে পারে। কোনও কারণে দিনে একাধিকবার বমি হলেও শরীরে সোডিয়াম কমে যেতে পারে। […] The post Sodium | রক্তে সোডিয়ামের মাত্রা কমেছে? এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হয়ে যান appeared first on Uttarbanga Sambad .
Balurghat: পুরুষরা খালি মদ্যপান করছে, বারণ করলেও শুনছেন না, তারপরই বাধ্য হয়ে মহিলারা যা করলেন…
স্থানীয় সূত্রে খবর, চকআন্ধারু গ্রামের লক্ষ্মীতলায় বসে হাট। এলাকার বেশ কয়েক গ্রামে এখন আর মদের ঠেক বসে না। এলাকার মহিলারা প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করে দিয়েছে। এর ফলে দূর দূরান্ত থেকে পুরুষরা নেশার জন্য আসছে লক্ষ্মীতলা হাটে। শুধু মাত্র মদের জন্য প্রতিদিন হাট বসতে শুরু করেছে। মদের ঠেক বসায় গ্রামের পরিবেশ ক্রমশ নষ্ট হচ্ছে। নিয়মিত বহিরাগতদের আনাগোনা বাড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামবাসী।
জনপ্রিয় ধারাবাহিকের শুটিংয়ে রক্তারক্তি কাণ্ড! জখম ছোটপর্দার নায়িকা তিয়াসা
ঠিক কী হয়েছিল? এখনই বা কেমন আছেন নায়িকা?
Dalkhola |দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ানো ডালখোলার চিকিৎসককে ছেড়ে দিল NIA, তবে বেঁধে দেওয়া হল শর্ত!
ডালখোলা: দিল্লি বিস্ফোরণ কাণ্ডের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক হওয়া উত্তর দিনাজপুরের জেলার ডালখোলা থানার কোনাল গ্রামের চিকিৎসক জানিসার আলমকে শনিবার বিকেলে ছেড়ে দেওয়া হল। উল্লেখ্য, শুক্রবার সকালে সূর্যাপুর হাইস্কুলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় NIA। পরিবারের দাবি, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার সন্দেহভাজন এক ব্যাচমেট চিকিৎসকের সঙ্গে তাঁর ফোনে ও হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। সেই […] The post Dalkhola | দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ানো ডালখোলার চিকিৎসককে ছেড়ে দিল NIA, তবে বেঁধে দেওয়া হল শর্ত! appeared first on Uttarbanga Sambad .
Belakoba |ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল ক্ষতি তেজপাতা ফ্যাক্টরিতে, দমকল দেরিতে আসায় ক্ষোভ এলাকাবাসীর
বেলাকোবা: ভয়াবহ অগ্নিকাণ্ড তেজপাতা ফ্যাক্টরিতে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বেলাকোবার (Belakoba) শিকারপুর অঞ্চলের সোনার বাড়ি এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, দমকল পৌঁছাতে দেরি করায় রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই মোমবাতি জ্বালিয়ে শ্রমিকরা তেজপাতা প্যাকিংয়ের কাজ করছিলেন। কিন্তু এদিন দুপুর আড়াইটে নাগাদ তেজপাতা প্রক্রিয়াকরণ ও প্যাকিং […] The post Belakoba | ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল ক্ষতি তেজপাতা ফ্যাক্টরিতে, দমকল দেরিতে আসায় ক্ষোভ এলাকাবাসীর appeared first on Uttarbanga Sambad .
SSC Interview List: কোন-কোন বিষয়ে কত কাট-অফ?
West Bengal Teacher recruitment: SSC-র প্রকাশিত তালিকা থেকে দেখা যাচ্ছে, অ্যাকাউটেন্সিতে কাট অফ গেল ৩৪, আবার বাংলায় দেখা যাচ্ছে নম্বর নামল ৭৩, অন্যদিকে, বায়োলজিক্যাল সায়েন্সে নম্বর ৬৪। কেমিস্ট্রির কাট অফ ৬৭। কম্পিউটার অ্যাপ্লিকেশনে নম্বর নেমেছে ৫৩। আর কম্পিউটার সায়েন্স ৬০। অর্থনীতিতে কাট অফ নম্বর-৫৮। এডুকেশনের নম্বর-৫৬। ইংরাজির কাট অফ নম্বর- ৭৭
Top 5 Breaking News Bengal: কলকাতার বিখ্যাত বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু ১৬ নভেম্বর রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। কলকাতা পুলিশ বৃহস্পতিবার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই সময়ে হুগলি রিভার ব্রিজ কমিশনারস সেতুর গুরুত্বপূর্ণ মেরামতি কাজ সম্পন্ন করবেন। এর মধ্যে রয়েছে সেতুর স্টে এবং হোল্ডিং ডাউন কেবেল পরিবর্তন, পাশাপাশি বেয়ারিংও প্রতিস্থাপন করা হবে। যানজট ও জনসুরক্ষার জন্য, পুলিশ জানিয়েছে যে আচার্য জগদীশ চন্দ্র বসু রোড দিয়ে পশ্চিমের দিকে যাত্রা করা সমস্ত যানকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জ’স গেট রোড এবং স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজে পৌঁছাতে নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন- West Bengal Weather Update: দার্জিলিঙের পারদ ৭ ডিগ্রিতে, কাঁপছে শ্রীনিকেতনও! আগামী সপ্তাহ থেকেই মারকাটারি ঠান্ডা রাজ্যজুড়ে? শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশনে শুক্রবার রাতের শেষভাগে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, এই স্টেশনে রেড ফোর্ট বিস্ফোরণ সংক্রান্ত সন্ত্রাসী মডিউল থেকে উদ্ধারকৃত বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এর শব্দ ৩০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। বিস্ফোরণের পর পুলিশ স্টেশন এবং আশপাশের বেশ কয়েকটি যানবাহনে আগুন লেগে যায়। রাতের একটের আগেই ঘটনাস্থলে বহু অ্যাম্বুলেন্স এবং ফায়ার টেন্ডার পাঠানো হয়। শীর্ষ পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারাও দ্রুত নওগামে পৌঁছান। নিরাপত্তার কারণে এলাকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন ৩২ জন। আরও পড়ুন- Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়! শনিবার ভোরে কলকাতার বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় বাজারের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকান থেকে আগুন শুরু হয়ে মুহূর্তের মধ্যে আশেপাশের বেশ কয়েকটি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত মানুষজন বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ঘটনাস্থলটি দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আরও পড়ুন- RG Kar case:আরজিকর কাণ্ডে ভরা আদালতে সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ নিহত তরুণী চিকিৎসকের মায়ের আরজিকর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের প্রতি ক্ষোভ ক্রমশ বাড়ছে নির্যাতিতার পরিবারের মধ্যে। শুক্রবার শিয়ালদহ আদালতে মামলার শুনানির সময় ফের বিস্ফোরক মন্তব্য করলেন নিহত চিকিৎসকের মা। প্রকাশ্য আদালতেই তিনি সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে তীব্র আক্রমণ করেন। এর আগে একাধিকবার সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। আরও পড়ুন- RG Kar case:আরজিকর কাণ্ডে ভরা আদালতে সিবিআইকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ নিহত তরুণী চিকিৎসকের মায়ের নভেম্বরের এই সময়ে দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ প্রকট। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্থিতিশীল থাকবে। তবে পরবর্তী দু-তিন দিনে কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া অঞ্চলে ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যাচ্ছে। আজও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডা অনুভূত হচ্ছে।
‘বিনা দোষে’৩০ দিন জেলবন্দি ব্যক্তি! ভুয়ো মামলায় পুলিশকে ভর্ৎসনা হাই কোর্টের
সুতি থানার মামলায় তদন্তকারী অফিসারকে জরিমানা বিচারপতির।
উত্তরপ্রদেশে পাথর খাদানে ধস! বহু শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা
চলছে উদ্ধারকাজ।
বাংলাদেশের জেলে আটক কাকদ্বীপের মৎস্যজীবীর মৃত্যু! খবর পেতেই ধন্দে পরিবার
দেহ ফিরিয়ে আনতে শুরু হয়েছে তৎপরতা।

20 C