SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

17    C
... ...View News by News Source

Nagrakaবাংলা দখলের দিবাস্বপ্ন দেখছে বিজেপি, ছাব্বিশে এবার পঞ্চাশও পেরোবে না, নাগরাকাটায় বিজেপিকে আক্রমণ উদয়নের  

নাগরাকাটাঃ শুক্রবার ভোট রক্ষা শিবিরের কাজকর্ম খতিয়ে দেখতে নাগরাকাটায় এসেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অনুষ্ঠানে যোগ দিতে এসে বিজেপিকে একহাত নিলেন উদয়ন। নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলায় ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি। যারা এতদিন ভোট দিয়েছেন, তাঁরাও মুখ ফিরিয়ে নিয়েছেন বলে মন্তব্য মন্ত্রী […] The post Nagrakaবাংলা দখলের দিবাস্বপ্ন দেখছে বিজেপি, ছাব্বিশে এবার পঞ্চাশও পেরোবে না, নাগরাকাটায় বিজেপিকে আক্রমণ উদয়নের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 9:55 pm

Rohit-Kohli: ২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপে খেলবেন রোহিত-কোহলি? মর্কেলের 'বিরাট' মন্তব্যে ক্রিকেট দুনিয়ায় ভূমিকম্প

IND vs SA first ODI : রোহিত শর্মা ও বিরাট কোহলি ২০২৭ বিশ্বকাপ খেলবেন? স্পষ্ট জবাব দিলেন ভারতীয় দলের বলিং কোচ মর্নি মর্কেল। তাঁর বক্তব্য, যদি মানসিক ও শারীরিকভাবে তাঁরা নিজেকে ফিট রাখতে পারেন, তবে দুই তারকারই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সমস্ত সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই টেস্ট ও টি২০ ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবার শুরু হতে চলা ওয়ানডে সিরিজে খেলবেন রোহিত ও বিরাট। মর্কেল জানিয়েছেন, দলের জন্য তাঁদের অভিজ্ঞতা অমূল্য দীর্ঘমেয়াদে সেটাই হবে ভারতের অন্যতম বড় সম্পদ। কোহলিকে বিরাট 'সারপ্রাইজ' ধোনির, মিষ্টি বন্ধুত্বে মুগ্ধ নেটপাড়া এদিকে বিরাট ও রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন উঠতেই মর্কেল স্পষ্ট বলেন, “ওরা দু’জনেই দারুণ মানের ক্রিকেটার। যতক্ষণ ওরা কঠোর পরিশ্রম এবং নিজের ফিটনেস ধরে রাখতে পারবে, ততক্ষণ তাদের জন্য দরজা খোলা। যেটা সব থেকে বড় ওদের দুজনের দারুণ অভিজ্ঞতা ও ট্রফি জোতর কৃতিত্ব রয়েছে। বড় টুর্নামেন্টে কীভাবে খেলতে হয় ওরা জানে।” নিজের অতীতের সেই রঙিন খেলার দিনগুলির কথাও স্মরণ করেন মর্কেল। তিনি জানান, বিরাট ও রোহিতের বিরুদ্ধে বল করতে নামার আগে বহু রাত ঘুম হয়নি তাঁর। “ওদের বিরুদ্ধে খেলেছি অনেকবার। বোলার হিসেবে কী প্রস্তুতি লাগে, সেটা আমি জানি। তাই আমি অবশ্যই চাই ওরা থাকুক,”। বদলে গেল ভারত-আফ্রিকা প্রথম ওয়ানডের সময়! না জানলে হাত কামড়াবেন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জিতে রাজকীয় ফর্মে রয়েছে। আত্মবিশ্বাসী প্রোটিয়াদের বিপজ্জনক বলেই মনে করছেন মর্কেল। তাঁর কথায়, আগামী সপ্তাহ দু’য়েক ভারতকে ভালো শুরু করতেই হবে এবং গত দুই সপ্তাহের হতাশা ভুলে এগোতে হবে। ২০২৬ টি২০ বিশ্বকাপ সামনে হলেও ওয়ানডে সিরিজকে শুধু প্রস্তুতির মঞ্চ বলে মানতে নারাজ তিনি। মর্কেল বলেন, “ভারতের জার্সি গায়ে চাপলেই আপনি লক্ষ লক্ষ সমর্থককে প্রতিনিধিত্ব করেন। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।” তাঁর লক্ষ্য সেরা ক্রিকেট খেলে ভারতীয় ড্রেসিংরুমে ইতিবাচক গতি ফিরিয়ে আনা। পাশাপাশি, রোহিত ও বিরাট ফিরছেন দলে এ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।তবে কে খেলবেন, কে খেলবেন না বিশেষত কেএল রাহুল ও ঋষভ পন্ত কি একসঙ্গে একাদশে থাকবেন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ভারতীয় বোলিং কোচ। IND vs SA: লজ্জার একশেষ, ৪০৮ রানে ল্যাজে-গোবরে ভারত! চুনকাম করল দক্ষিণ আফ্রিকা

ইন্ডিয়ান এক্সপ্রেস 28 Nov 2025 9:45 pm

Kolkata Municipal Corporation: SIR শুনানির কথা মাথায় রেখে বড় পদক্ষেপ, অতিরিক্ত কর্মী নিয়োগের পথে কলকাতা পুরনিগম

SIR in Bengal: ভিড় এমনিতেই থাকে। এসআইআর ঘোষণা নিয়ে জল্পনা যখন ক্রমেই চড়ছিল তখন থেকেই ভিড়টা ধীরে ধীরে বাড়তে আরও শুরু করে। কিন্তু এবার এসআইআর-এর শুনানি শুরু হলে শংসাপত্র নিতে ভিড়টা কয়েক গুণ বেড়ে যাবে বলেই মনে করছেন প্রশাসনের কর্তারা।

টিভি 9 বাংলা 28 Nov 2025 9:45 pm

Shantanu on Adhir: মমতাবালার মিছিলে হাঁটবেন অধীর, ‘একই বৃন্তে তিনটি ফুল সিপিএম-কংগ্রেস-তৃণমূল’, কটাক্ষ শান্তনুর

Matua Politics: ফের একবার নির্বাচন কমিশনে যেতে চলেছে মতুয়ারা। মতুয়াদের নিয়ে কলকাতায় সিইও দফতরে বিক্ষোভের ঘোষণা মমতাবালার। তৃণমূল সাংসদের সেই উদ্যোগে সামিল হতে চান অধীর। নিজেই বলেছেন সে কথা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, “১ ডিসেম্বর মতুয়াদের ওই পদযাত্রাদে আমি থাকছি। কারণ তারা আমাকে বলেছে।”

টিভি 9 বাংলা 28 Nov 2025 9:31 pm

Human Bones: প্রত্যেক মানুষের শরীরেই রয়েছে অসংখ্য হাড়, জানেন কী নাম সেগুলোর?

Human Bones List: আমাদের শরীর হাড়, পেশী দিয়ে তৈরি। গোটা শরীরেই হাড় ছড়িয়ে রয়েছে। কিন্তু, জানেন কি প্রতিটি হাড়ের আলাদা নাম রয়েছে। খোদ চিকিৎসকের মুখেই শুনে নিন সেই সব হাড়ের নাম কী? এমনিতে পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট ২০৬টি হাড় থাকে। কিন্তু একটি নবজাতক শিশুর দেহে থাকে প্রায় ২৭০টি হাড়। জন্মের সময় শিশুর শরীরে অনেক হাড় আলাদা থাকে। বড় হতে হতে এসব হাড় একসঙ্গে জোড়া লেগে যায়। তখন হাড়ের সংখ্যা কমে যায়। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দেহের মোট হাড়ের সংখ্যা ২৭০ থেকে কমে প্রাপ্তবয়স্ক অবস্থায় ২০৬-এ নেমে আসে। আরও পড়ুন- দেখুন তো এই কারণেই আপনার চুল ঝরছে কি না? হলে দ্রুত বন্ধ করুন! পূর্ণবয়স্ক মানুষের দেহের হাড় মানবদেহে এই ২০৬টি বিভিন্ন অংশে বিভক্ত। করোটিতে মোট ২২টি হাড় থাকে—এর মধ্যে ৮টি ক্র্যানিয়াল হাড় যেমন ফ্রন্টাল, প্যারাইটাল (২টি), টেম্পোরাল (২টি), অক্সিপিটাল, স্ফেনয়েড ও ইথময়েড; আর মুখমণ্ডলের ১৪টি হাড়ের মধ্যে রয়েছে ন্যাসাল, ম্যাক্সিলা, জাইগোম্যাটিক, ল্যাক্রিমাল, পেলাটাইন, ইনফিরিয়র ন্যাসাল কনকা (প্রতিটি ২টি), এবং ভোমার ও ম্যান্ডিবল (প্রতিটি ১টি)। কানে তিন জোড়া ক্ষুদ্র হাড় থাকে—ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস; মোট ৬টি। গলার ভেতরে জিহ্বার নিচে থাকে একটি হাইয়য়েড হাড়। আরও পড়ুন- শীতে বাড়ে মদ্যপানের ইচ্ছা, কমাতে এই ৫ পানীয় হতে পারে হাতিয়ার! মানুষের মেরুদণ্ডে মোট ২৬টি হাড় থাকে—সার্ভাইক্যাল ৭টি, থোরাসিক ১২টি, লাম্বার ৫টি, আর নীচে সাক্রাম ও ককসিক্স থাকে যেগুলি একাধিক হাড় মিলিয়ে তৈরি। বক্ষ পিঞ্জরে থাকে ১২ জোড়া রিবস অর্থাৎ ২৪টি হাড় এবং সামনে একটি স্টার্নাম। শরীরের ওপরের অঙ্গে মোট ৬৪টি হাড় থাকে—প্রতি হাতে ৩২টি। এর মধ্যে পেক্টোরাল গার্ডলের ক্ল্যাভিকল ও স্ক্যাপুলা, বাহুর হিউমেরাস, ফোরআর্মের রেডিয়াস ও আলনা, কব্জির ৮টি কার্পাল, হাতের ৫টি মেটাকার্পাল ও আঙুলের ১৪টি ফ্যালাঞ্জেস। আরও পড়ুন- দুর্দান্ত রেসিপি, ঘরেই বানিয়ে ফেলুন মন কেড়ে নেওয়া গাজরের পায়েস নীচের অঙ্গে মোট ৬২টি হাড় থাকে—প্রতি পায়ে ৩১টি। এর মধ্যে রয়েছে পেলভিক গার্ডল, উরুর সবথেকে বড় হাড় ফিমার, হাঁটুর প্যাটেলা, পায়ের নীচে টিবিয়া ও ফিবুলা, গোড়ালির টার্সাল হাড় ৭টি, পায়ের পাতার মেটাটার্সাল ৫টি এবং আঙুলের ১৪টি ফ্যালাঞ্জেস। এভাবে সব মিলিয়ে মানবদেহের মোট হাড়ের সংখ্যা দাঁড়ায় ২০৬।

ইন্ডিয়ান এক্সপ্রেস 28 Nov 2025 9:27 pm

রাজ্যের নামী কলেজের ল্যাবরেটরিতে রহস্যময় রেকর্ডিং ডিভাইস! তুমুল আতঙ্কে তোলপাড়

কলেজের জিওগ্রাফি ল্যাবরেটরি রুমে গোপন রেকর্ডিং ডিভাইস! সেই ডিভাইসকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কলেজে। অভিযোগ হয়েছে কলেজের টিচার ইনচার্জের কাছে। সরব হয়েছেন ওই বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা।জানা গিয়েছে, কলেজের গভর্নর বডির বৈঠকে ৬ জনের কমিটি গঠিত হয়েছে। ইতিমধ্যে তাঁরা ওই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগে বলা হয়েছে, নানা অসৎ উদ্দেশ্যে এই ডিভাইসটা গোপন ভাবে রাখা হয়েছিল। যদিও সেটা আদৌ কিসের ডিভাইস তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কলেজের অধ্যাপকদের একাংশ। এই ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে কাটোয়ার চন্দ্রপুর কলেজে। গোটা মাসে মাত্র ১৩ দিন খোলা থাকবে! একনজরে দেখে নিন ডিসেম্বরে কবে কবে বন্ধ থাকবে সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপকদের দাবি, কলেজের জিওগ্রাফি ল্যাবরেটরির একটি গোপন জায়গায় লাগানো রেকর্ডিং ডিভাইস মিলেছে। ল্যাবরেটরির মধ্যে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে কথোপকথন রেকর্ড করার উদ্দ্যেশ্যেই ওই ডিভাইসটি লাগানো হয়েছিল। এটা পাওয়ার পর বিশেষ করে অধ্যাপিকা ও ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মর্যাদা, সাধারণ নিরাপত্তা, গোপনীয়তার পাশাপাশি মনস্তাত্ত্বিক সুরক্ষার দিকটিও সুনিশ্চিত করার দাবি উঠেছে। পাশাপাশি অধ্যাপকরা চাইছেন, এই ঘটনার আইনি পদক্ষেপ করতে। কোনও ভাবেই যেন এমন ঘটনা ক্যাম্পাসে আর না ঘটে সেদিকে নজর রাখার দাবি জানিয়েছেন জিওগ্রাফি বিভাগের অধ্যাপক-অধ্যাপিকারা। গুলিবিদ্ধ তৃণমূল নেতা, SIR-এর মাঝে শাসকের বিরাট অভিযোগ, ভয়ঙ্কর পথ দূর্ঘটনা, মৃত্যু, পড়ুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ পূর্ব বর্ধমানের চন্দ্রপুর কলেজের টিচার ইন চার্জ অশোক সাহা রায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর বেশি কছু বলা যাবে না। যে ডিপার্টমেন্টে ওই ডিভাইস পাওয়া গিয়েছে, সেই ডিপার্টমেন্টের প্রধান লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগ নিয়ে আলাপ আলোচনা হয়েছে। যদিও তাঁদের অভিযোগ অসম্পূর্ণ। তাঁরা ডিভাইসটা জমা করেননি। ওরা ২৪ শে নভেম্বর ওটা পেয়েছে। গতকাল, ২৭ নভেম্বর গভর্নিং বডির মিটিং ছিল। ওই বৈঠকে জিবির সভাপতি উদয়চাঁদ রায় দেখতে চেয়েছিলেন। তখন তাঁরা ডিভাইসটা দেখিয়ে ছিল। আমাকে আলাদা ভাবে দেখায়নি। স্কুল যাওয়ার পথে বিটি রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা, নাবালক ছাত্রকে পিষে দিল বাস, হাহাকার, আর্তনাদ নামপ্রকাশে অনিচ্ছুক এক জিবি কর্তা বলেছেন, জিওগ্রাফি লেবরেটরি রুমে একটা রেকর্ডিং ডিভাইস পাওয়া গিয়েছে বলে অভিযোগ এসেছে। সেটা গোপনে রাখা ছিল। তবে ওই ডিভাইসে কোনও রেকর্ডিং আছে কিনা বলতে পারব না। ওটা যে আসলে কি তা বলা কঠিন। তবে এইসব বিষয় বাইরে জানাজানি হলে আদতে কলেজের বদনাম হবে। বিষয়টা নিয়ে আমি বিভ্রান্ত। তদন্ত কমিটি গঠিত হয়েছে। তাঁরা বিষয়টা দেখছেন। মঙ্গলকোট ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনর আইনাল শেখ বলেন, আমি কলেজে গিয়েছিলাম বিষয়টা জানতে। বলছে, কথা শোনার জন্য ডিভাইস রাখা হয়েছিল আমাকে দেখিয়েছে।\ কেন রাখবে?কে রাখবে? এটাই প্রশ্ন। Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে এবার মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর, অভাবনীয় পদক্ষেপে খুশির জোয়ার! জিওগ্রাফি বিভাগ থেকে দাবি করা হয়েছে, অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টা বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে কলেজ কর্তৃপক্ষকে। প্রশ্ন উঠেছে, ডিভাইসটা ওই রুমে এলো কি করে? কেই বা রাখল ওই ডিভাইস? সত্যি কিসের ডিভাইস তা-ও পরীক্ষা করে দেখার দাবি জানিয়েছেন কলেজের একাংশ অধ্যাপক-অধ্যাপিকারা। তবে শিক্ষক মহলের বক্তব্য, খুব দ্রুত তদন্ত করে এই ঘটনার সত্যতা সামনে আনা দরকার। তা নাহলে কলেজের অভ্যন্তরে অবিশ্বাসের বাতাবরন তৈরি হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 28 Nov 2025 9:20 pm

পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা! গ্রেপ্তার যুবক

উদ্ধার লক্ষ লক্ষ টাকা-সহ নিয়োগ পরীক্ষার একাধিক অ্যাডমিট কার্ড ও অন্যান্য নথি।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 9:13 pm

SIR |বাংলায় এসআইআর প্রক্রিয়ায় কঠোর নজরদারি! স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূলের সঙ্গে বৈঠকের পরই বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়ায় নজরদারির জন্য স্পেশাল রোল অবর্জার্ভার (Special Roll Observer) নিয়োগ করল নির্বাচন কমিশন। এই দায়িত্বে থাকছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত। একই সঙ্গে ১২টি জেলার জন্য আইএএস অফিসারদের রোল অবর্জারভার নিয়োগ করা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার দিল্লিতে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে […] The post SIR | বাংলায় এসআইআর প্রক্রিয়ায় কঠোর নজরদারি! স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ কমিশনের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 9:08 pm

‘সোনিয়া গান্ধীও ক্ষমতা ত্যাগ করেছিলেন’, সিদ্দার উপস্থিতিতেই ‘এক ঢিলে দুই পাখি’বধ শিবের

মুখ্যমন্ত্রীর কুরসি নিয়ে শিব-সিদ্দা সংঘাত চরম আকার নিয়েছে কর্নাটকে।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 9:04 pm

আদৌ বেঁচে আছেন ইমরান খান? বিরাট প্রশ্নের মাঝে সামনে এল আগুনে তথ্য

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আদৌ বেঁচে আছেন কি না, এই প্রশ্ন ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে তাঁর বোন নওরীন নিয়াজি এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে আক্রমণই করেননি, বরং কার্যত হুমকি দিয়ে বলেছেন, “ইমরান খানকে যদি স্পর্শ করা হয়, তবে তাদের পুরো প্রজন্ম ধ্বংস হবে।” আরও পড়ুন- মৃত্যুর দায় এড়াচ্ছে কমিশন, SIR-এর মাঝে 'বোমা ফাটালেন' মহুয়া মৈত্র, 'বিস্ফোরণে' কেঁপে উঠল বাংলা নওরীন নিয়াজির দাবি, ইমরান খান ইতিমধ্যেই বেশিরভাগ মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। তবুও তাঁকে বন্দী করে রাখা হয়েছে। তিনি বলেন, “আমি জানি না এরা কী চায়। ইমরান খান সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন, তারপরও তাঁকে বন্দি করে রাখা হয়েছে। পাকিস্তানের জনগণ ইমরান খানের সঙ্গে আছে। যদি তাঁকে ক্ষতি করা হয়, তবে তাদের পুরো প্রজন্ম শেষ হয়ে যাবে।” আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর? ইমরানের বোন আরও বলেন, যদি ইমরান খানের বিরুদ্ধে ‘সবচেয়ে চরম পদক্ষেপ’ নেওয়া হয়, তবে দোষীদেরও রেহাই মিলবে না। তিনি বলেন, তাঁকে নির্যাতন করা হচ্ছে, কিন্তু বিশ্বজুড়ে মানুষ তাঁর জন্য প্রার্থনা করছে।”পরিবারের অভিযোগ, বহুবার চেষ্টা করেও তাঁরা ইমরানের সঙ্গে দেখা করতে পারেননি। এমনকি পাকিস্তানের অনেক নেতা দেখা করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। আরও পড়ুন- সিন্ডিকেট সংক্রান্ত বিবাদেই হাওড়ায় শ্যুটআউট? তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপর হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে ইমরান খান ও সেনাপ্রধান আসিম মুনিরের দ্বন্দ্বও পুনরায় সামনে এসেছে। ২০১৯ সাল থেকেই দু’জনের সম্পর্ক একেবারে তলানিতে। সে সময় ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মুনির আইএসআই প্রধান ছিলেন। ইমরান তাঁকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদ থেকে অপসারণ করেন আইএসআইয়ের ইতিহাসে যা ছিল প্রথম ঘটনা। এর পর থেকেই দুই পক্ষের দ্বন্দ্ব ক্রমেই তীব্র থেকে তীব্রতর হয়েছে। আরও পড়ুন- Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে এবার মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর, অভাবনীয় পদক্ষেপে খুশির জোয়ার!

ইন্ডিয়ান এক্সপ্রেস 28 Nov 2025 9:00 pm

AI প্রযুক্তির অপব্যাবহার, ছাত্রীর বিকৃত ছবি ভাইরাল, অপমান সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ, শোকে ভাসল পরিবার

সোনারপুরে মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দশম শ্রেণিরও ওই ছাত্রীর দেহ। পরিবারের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ কিছু আপত্তিকর ছবি ভাইরাল হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। অপমান সইতে না পেরেই আত্মঘাতী হয় কিশোরী। ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। আরও পড়ুন- সিন্ডিকেট সংক্রান্ত বিবাদেই হাওড়ায় শ্যুটআউট? তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপর হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে পরিবার জানিয়েছে, সোনারপুর থানা এলাকার মামার বাড়িতে থাকত ওই ছাত্রী। প্রতিদিনের মতো সেদিনও সে স্কুল থেকে বাড়ি ফিরে একাই ছিল। পরিবারের সদস্যরা বাইরে ছিলেন। সন্ধ্যার কিছু পর বাড়িতে ফিরে কিশোরীর মাসি তাঁকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর? মৃত ছাত্রীর পরিবার অভিযোগ করেছে, এলাকারই এক যুবক আসিফ খান গত কয়েক মাস ধরে তাঁকে উত্ত্যক্ত করত। আরও গুরুতর অভিযোগ, আসিফ ওই ছাত্রীর কয়েকটি সাধারণ ছবি AI প্রযুক্তির সাহায্যে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরিবারের দাবি, ওই যুবকের এক প্রেমিকা ছবিগুলি ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত। ঘটনার পর থেকেই প্রচণ্ড মানসিক চাপে ভুগছিল ওই ছাত্রী। বাড়ির লোকেরা জানান, নিজের সম্পর্কে ছড়িয়ে পড়া এই কুরুচিকর ছবিগুলি নিয়ে সে প্রচণ্ড লজ্জা ও অপমানে ভেঙে পড়েছিল। আরও পড়ুন- Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে এবার মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর, অভাবনীয় পদক্ষেপে খুশির জোয়ার! পরিবারের পক্ষ থেকে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ছাত্রীর মৃত্যুর জন্য সরাসরি দায়ী করা হয়েছে অভিযুক্ত যুবক আসিফ খানকে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং ছাত্রীর ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন- Purba Bardhaman News: রাজনৈতিক উত্তাপের মধ্যেই অভাবনীয় সাফল্য! SIR-এর কাজে পূর্ব বর্ধমানের পাঁচ BLO–র অসামান্য কীর্তি দুরন্ত চর্চায়! এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। একই সঙ্গে উঠেছে নাবালিকাদের সোশ্যাল মিডিয়া নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের প্রশ্ন।

ইন্ডিয়ান এক্সপ্রেস 28 Nov 2025 8:55 pm

‘দিব্যি সুস্থ রয়েছেন ইমরান’, মৃত্যু জল্পনা ফুঁৎকারে উড়িয়ে দাবি শাহবাজ সরকারের

ইমরানের মৃত্যুসংবাদ ‘ভিত্তিহীন’ বলে আগেই জানানো হয়েছে আদিয়ালা জেলের তরফে।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 8:49 pm

SIR in Bengal: মনোজের দফতরে জ্ঞানেশের চিঠি, BLO-দের নিরাপত্তা নিয়ে তৎপর কমিশন

Election Commission to TMC: শুধু তাই নয়, বিএলও-দের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্য়েই ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমার। বিএলওদের উপর যেন কোনও রাজনৈতিক দল চাপ তৈরি করতে না পারে, চিঠিতে সেই বার্তাই দিয়েছেন তিনি।

টিভি 9 বাংলা 28 Nov 2025 8:45 pm

রাহু-কেতুকে সন্তুষ্ট রাখতে চান! একবার হলেও ভারতের এই মন্দিরগুলি ঘুরে আসুন

কথিত আছে, এই মন্দিরগুলি একবার দর্শন করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয়।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 8:41 pm

Manikganj |ভারতীয় কৃষকের পাকা ধানে আগুন দিল বাংলাদেশি দুষ্কৃতীরা, পুড়ে ছাই ১১ বিঘা জমির ফসল

মানিকগঞ্জ: রাতের অন্ধকারে কাঁটাতারের ভেতরের ভারতের জমিতে কৃষকের কেটে রাখা পাকা ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিমেষে পুড়ে ছাই ১১ বিঘা জমির পাকা ধান। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ছিট সাকাতি গ্রামে। গ্রামবাসী ও বিএসএফের দীর্ঘ চেষ্টাতেও কৃষকদের কষ্টের ফসল রক্ষা করা সম্ভব হয়নি। বিএসএফ ও গ্রামবাসীদের […] The post Manikganj | ভারতীয় কৃষকের পাকা ধানে আগুন দিল বাংলাদেশি দুষ্কৃতীরা, পুড়ে ছাই ১১ বিঘা জমির ফসল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 8:39 pm

বাংলায় SIR নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন, ‘কিছু আড়াল করা হচ্ছে’, গর্জে উঠলেন অভিষেক

বিএলও-দের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ কমিশনার, ডিজিপিকে চিঠি কমিশনের।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 8:33 pm

SIR: ভারতীয় দম্পতিকে মা-বাবা পরিচয় বাংলাদেশির, প্রশাসনের দ্বারস্থ ৯২ বছরের বৃদ্ধা

SIR In WB: ২০০২ ভোটার তালিকায় নাম না থাকায় SIR ফর্মে সুবোধ মা হিসেবে দেখিয়েছেন ৯২ বছরের বৃদ্ধা জগৎ তারাকে। আর বাবা হিসেবে নাম রয়েছে প্রয়াত রাজেন্দ্রনাথ বিশবাসের। আর সুবোধের ছেলে তাপস ঠাকুমা হিসেবে জগৎতারার নাম এবং এপিক নাম্বার ব্যবহার করেছেন।

টিভি 9 বাংলা 28 Nov 2025 8:27 pm

বাগডোগরা-গ্যাংটক রুটে কমল হেলিকপ্টারের ভাড়া, পর্যটন মরশুমে কত মূল্য দিতে হবে?

লাগেজ বহনের নিয়মেও বদল আনা হল।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 8:25 pm

SIR: খোঁজ নেই বহু ভোটারের, বুথে নোটিস সাঁটালেন BLO-রা

SIR IN WB: খড়গপুর বিধানসভা এলাকায় এখনও বিলি হয়নি বহু ফর্ম। নির্বাচন কমিশন সূত্রে খবর, খড়গপুর শহরেই বিলি করা যায়নি কয়েকশো ফর্ম। এর মধ্যে তাল বাগিচা এলাকাতেই সিংহভাগ ভোটার এর হদিশ মেলেনি। ইতিমধ্যেই BLO রা তালিকা তৈরি করে পোস্টার সাটিয়ে দিয়েছেন এলাকায়।

টিভি 9 বাংলা 28 Nov 2025 8:20 pm

গুজরাটকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলার, মুস্তাক আলিতে রোহিতের রেকর্ড ভাঙলেন ১৮ বছরের আয়ুষ

অন্য ম্যাচে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনরা রান পাননি।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 8:20 pm

শিবের কাছে হাজারো অভিযোগ অঙ্কুশের, মিলবে সুরাহা? উত্তর দেবে ‘নারী চরিত্র বেজায় জটিল’

মা কালীর কাছে সপাটে চড় খেয়ে মনখারাপ অঙ্কুশ হাজরার।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 8:15 pm

TMC: নিরপেক্ষতা নিয়ে কী পদক্ষেপ কমিশনের, জানতে চাই: শতাব্দী

TMC: সাংবাদিক বৈঠক থেকেডেরেক বলেন, ‘তৃণমূল এসআইআর-এর বিরোধী নয়। আমরা এটাকে সঠিক ভাবে করাতে চাই। শতাব্দী যখন মৃতের তালিকাটা জ্ঞানেশ কুমারকে দিলেন, তখন তিনি অবাক।আমরা পাঁচটা প্রশ্ন করেছিলাম। জ্ঞানেশ কুমার নানান উত্তর দিয়েছেন। শুধু এই পাঁচটা বাদে।’

টিভি 9 বাংলা 28 Nov 2025 8:15 pm

ফুটপাতে মাংসের দোকানের ভিতর অজ্ঞাতপরিচয় যুবকের দেহ, চাঞ্চল্য মেদিনীপুর শহরে

দেহ উদ্ধার করে তদন্তে পুলিশ।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 8:15 pm

Cracked heels: পায়ের গোড়ালি ফাটা থেকে চিরতরে মুক্তি চান? শীতে মেনে চলুন এই ৫টি সহজ টিপস

Heel care tips: শীতে পায়ের গোড়ালি ফাটা একটি অত্যন্ত সাধারণ সমস্যা। তাপমাত্রা কমে গেলে শরীরের আর্দ্রতা দ্রুত হারিয়ে যায়, আর এর প্রভাব সবচেয়ে আগে পড়ে পায়ের ত্বকে। বিশেষ করে গোড়ালির অংশ রুক্ষ, মোটা এবং তুলনামূলক কম তেলতেলে হওয়ায় শুষ্কতায় দ্রুত ফেটে যায়। ব্যথা, রক্তপাত, হাঁটতে অসুবিধা এমনকি সংক্রমণের ঝুঁকিও তৈরি হয়। তবে কয়েকটি সহজ ঘরোয়া পদ্ধতি ও সঠিক যত্নে গোড়ালি ফাটা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। প্রথমেই প্রয়োজন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা। প্রতিদিন হালকা গরম জলে পা ভিজিয়ে রাখা অত্যন্ত উপকারী। এতে ত্বক নরম হয় এবং মৃত কোষ আলগা হয়ে আসে। জলে এক চামচ লবণ, বেকিং সোডা বা সামান্য শ্যাম্পু মেশালে আরও ভালো ফল পাওয়া যায়। পা ভিজিয়ে রাখার পর পিউমিক স্টোন বা স্ক্রাবারের সাহায্যে আলতো করে মৃত কোষ তুলে ফেলতে হবে। তবে অতিরিক্ত ঘষাঘষি করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। আরও পড়ুন- Money Tips : শনিবারে ৫ সহজ কাজেই নাকি ভাগ্য বদলায়, নামে টাকার ঢল! গোপন টোটকা শাস্ত্রেই! গোড়ালি ফাটা আটকাতে ময়েশ্চারাইজার ব্যবহার অপরিহার্য। পা ধোয়ার পরই অবশ্যই ঘন বডিবাটার, নারকেল তেল, শিয়া বাটার বা গ্লিসারিন-ভিত্তিক ক্রিম ব্যবহার করা উচিত। রাতে ঘুমানোর আগে পায়ে ভালো করে তেল বা ক্রিম লাগিয়ে মোজা পরে নিলে সারা রাত আর্দ্রতা ধরে রাখা যায়, যা দ্রুত গোড়ালি সারাতে সাহায্য করে। আরও পড়ুন- Premananda Maharaj: মানুষের দুঃখ, কষ্ট, প্রার্থনা, এসব কি সত্যিই ভগবানের কাছে পৌঁছায়? কী বলছেন প্রেমানন্দ মহারাজ? ঘরোয়া প্রতিকারও এই সমস্যায় দারুণ কার্যকর। মধু একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট, যা ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। মধু পায়ে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে রুক্ষতা কমে যায়। এছাড়া কলার মিশ্রণ, অ্যালো ভেরা জেল বা ভ্যাসলিন-লেবুর রসের প্যাকও গোড়ালি ফাটা সারাতে জনপ্রিয়। আরও পড়ুন- Butter Chicken: বিশ্বের সেরা ৫ খাবারের তালিকায় বাটার চিকেন! বাড়িতেই স্বাস্থ্যকর রেসিপি বানানোর গোপন ট্রিক ফাঁস শীতকালে পর্যাপ্ত জল পান করাও গুরুত্বপূর্ণ। শরীরের ভেতর আর্দ্রতা ঠিক না থাকলে ত্বক বাইরে থেকেও শুষ্ক হয়ে যায়। একই সঙ্গে খুব বেশি গরম জল দিয়ে পা ধোয়া বা দীর্ঘক্ষণ খালি পায়ে হাঁটা থেকেও বিরত থাকা উচিত। গোড়ালি ফাটা যদি খুব বেশি মাত্রায় হয়, রক্তপাত বা ব্যথা বাড়ে, অথবা সংক্রমণের লক্ষণ দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক যত্ন, নিয়মিত পরিচর্যা ও ঘরোয়া পদ্ধতির মাধ্যমে শীতেও পায়ের কোমলতা সহজেই বজায় রাখা সম্ভব।

ইন্ডিয়ান এক্সপ্রেস 28 Nov 2025 8:13 pm

Suvendu Adhikari: পূর্ব মেদিনীপুরের SP-র বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: ​পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সঙ্গে ‘যোগসাজশ’ রেখে কাজ করার বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রামের হরিপুরে সাংবাদিক বৈঠক থেকে সরাসরি পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দেগেছেন নন্দীগ্রামের বিধায়ক।

টিভি 9 বাংলা 28 Nov 2025 8:06 pm

সুস্থ হয়ে উঠছেন গিল, রিহ্যাব শুরু শ্রেয়সের, বড় আপডেট টিম ইন্ডিয়ার বোলিং কোচের

টিম ইন্ডিয়ার ওয়ানডে দলের অধিনায়ক এবং সহ-অধিনায়কের চোট সম্পর্কে কী বলেছেন মর্নি মর্কেল?

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 8:06 pm

Nabanna Approved Waqf: ওয়াকফ নিয়ে উলটপুরাণ রাজ্যের, শুনে কী বললেন হুমায়ুন-নওশাদরা?

The Waqf (Amendment) Act: কিন্তু এই উলটপুরাণের কারণ কী? প্রথম থেকেই ওয়াকফ নিয়ে নিজেদের ভিন্ন অবস্থান বজায় রেখেছিল তৃণমূল নেতৃত্ব। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ভরা সভায় বলেছিলেন, 'যতক্ষণ তিনি রয়েছেন, বাংলায় ওয়াকফ হতে দেবেন না।' তা হলে এরপরেও কীভাবে বদলে গেল সব সমীকরণ?

টিভি 9 বাংলা 28 Nov 2025 8:04 pm

Top 5 Breaking News Bengal: গুলিবিদ্ধ তৃণমূল নেতা, SIR-এর মাঝে শাসকের বিরাট অভিযোগ, ভয়ঙ্কর পথ দূর্ঘটনা, মৃত্যু, পড়ুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ

Top 5 Breaking News Bengal:১. রকেট গতিতে ছুটছে ভারতের GDP। প্রত্যাশাকেও ছাড়িয়ে নয়া রেকর্ড গড়ল ভারতের অর্থনীতি। তৈরি হল নয়া ইতিহাস। ২০২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে GDP (জুলাই-সেপ্টেম্বর) প্রত্যাশার তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় ত্রৈমাসিকে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৮.২ শতাংশ। যা গত অর্থবর্ষে ছিল ৫.৬ শতাংশ। চলতি অর্থবর্ষে সেই হার ছিল ৭.৮ শতাংশ। স্কুল যাওয়ার পথে বিটি রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা, নাবালক ছাত্রকে পিষে দিল বাস, হাহাকার, আর্তনাদ ২. ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের মধ্যেই শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করল তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধিদল। বৈঠকে তারা অভিযোগ তোলে SIR-এর কারণে রাজ্যে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি কমিশনকে নিশানা করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অভিযোগ তোলেন, কমিশনের হাতে “রক্ত লেগে আছে”। তৃণমূলের দাবি, এসআইআর-এর কারণেই রাজ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে এবং এদিন বৈঠকে সেই তালিকা সিইসি-র হাতে তুলে দিয়েছে প্রতিনিধিদলের সদস্যরা। Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে এবার মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর, অভাবনীয় পদক্ষেপে খুশির জোয়ার! ৩. মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার। আগামী মাসেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সরকারি সূত্রে খবর, ৪-৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট। এই সফরে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তেল আমদানি, প্রতিরক্ষা এবং বাণিজ্য এই তিন বিষয়ে দুই রাষ্ট্র নায়কের মধ্যে আলোচনা হবে বলে সূত্রের খবর। এর আগে সর্বশেষ ২০২১ সালের ৬ ডিসেম্বর পুতিন ভারত সফরে এসেছিলেন। ৪. বিটি রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। স্কুল ছাত্রকে পিষে দিয়ে বেরিয়ে যায় ২৩৪ নং রুটের বাস। তড়িঘড়ি ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় কাছের একটি নার্সিং হোমে। সেখান থেকে তাকে রেফার করা হয় আরজি কর মেডিকেল কলেজে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত পড়ুয়ার নাম অরণ্য চক্রবর্তী। জানা গিয়েছে সে নবম শ্রেনির ছাত্র। Purba Bardhaman News: রাজনৈতিক উত্তাপের মধ্যেই অভাবনীয় সাফল্য! SIR-এর কাজে পূর্ব বর্ধমানের পাঁচ BLO–র অসামান্য কীর্তি দুরন্ত চর্চায়! ৫. হাওড়ায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বালি জগাছা ব্লকের নিশ্চিন্তার সাপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। তখনই বুড়ো শিবতলার কাছে দুই দুষ্কৃতী তাদের পথ আটকে গুলি চালায়। হামলায় দেবব্রত মণ্ডল এবং তাঁর সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর?

ইন্ডিয়ান এক্সপ্রেস 28 Nov 2025 8:03 pm

সোশ্যাল মিডিয়ায় বিরাট হেনস্থার মুখে সৌরভ পত্নী ডোনা, তড়িঘড়ি বিরাট পদক্ষেপ, অ্যাকশনে পুলিশ

পুলিশের দারস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে কটুক্তির অভিযোগ। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন- Police Reshuffle: নবান্নের নির্দেশে জেলা পুলিশে ভূমিকম্প! একসঙ্গে ২১ আইপিএসের বদলি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও অশালীন মন্তব্যের অভিযোগ। কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের। সম্প্রতি অনুষ্ঠিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর নৃত্যপ্রদর্শনের পর থেকেই একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করছে বলে অভিযোগ। আরও পড়ুন- আবাস যোজনায় পার্টিই ফেভারিট! দোতলা বাড়ি থাকলেও তৃণমূলকেই পাকা-ঘর, শাসকনেতার 'ঘোষণা'য় তুঙ্গে বিতর্ক বুধবার রাতে ডোনা গঙ্গোপাধ্যায় ঠাকুরপুকুর থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। পুলিশ অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। অভিযোগ অনুযায়ী, একটি ফেসবুক পেজ থেকে টানা ডোনাকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করা হয়েছে। নিউজ১৮–এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই পেজটি থেকে ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডোনার নৃত্য পরিবেশনার পর থেকেই ক্রমাগতভাবে অপমানজনক পোস্ট করা হয়েছে। View this post on Instagram এটাই প্রথমবার নয়, চলতি বছরের মার্চ মাসেও ডোনা গঙ্গোপাধ্যায় কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ করেছিলেন। সেবার তাঁর অভিযোগ ছিল, এক ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিবারকে লক্ষ্য করে মানহানিকর ভিডিও পোস্ট করছিলেন। পোস্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ও গাড়ির ছবিও ব্যবহার করা হয়েছিল। ডোনা গঙ্গোপাধ্যায়ের পরপর অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের নিরাপত্তা এবং অনলাইন মানহানি রোধে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা ফের সামনে এল। আরও পড়ুন- West Bengal News Live Updates: হাওড়ায় তৃণমূলের প্রধানকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

ইন্ডিয়ান এক্সপ্রেস 28 Nov 2025 8:00 pm

তপন দত্ত খুনে তথ্য গোপনেই তৃণমূল নেতাকে হত্যার চেষ্টা? বিস্ফোরক নিহত পরিবেশকর্মীর স্ত্রী

ঘটনায় নাম জড়িয়েছে বাবু মণ্ডলের ঘনিষ্ঠ বাসু চৌধুরির।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 7:55 pm

Mathabhanga |শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তোপ সেলিম, মীনাক্ষীর

মাথাভাঙ্গা: শনিবার তুফানগঞ্জ থেকে শুরু হতে চলেছে সিপিএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’, চলবে কামারহাটি পর্যন্ত। ঠিক তার আগে মাথাভাঙ্গায় মনীষী পঞ্চানন বর্মার জন্মভিটেতে এক আলোচনা সভার আয়োজন করে সিপিএম। সেই সভায় বক্তব্য রাখেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মীনাক্ষী মুখার্জী বলেন, ‘পঞ্চানন বর্মা জাতপাত ও শোষণের বিরুদ্ধে শিক্ষাকে হাতিয়ার করে মানুষকে […] The post Mathabhanga | শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তোপ সেলিম, মীনাক্ষীর appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 7:53 pm

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বড় নির্দেশ নবান্নের, বেঁধে দিল সময়ও

অবশেষে ওয়াকফ সংশোধনী আইন মেনে নিল রাজ্য সরকার। রাজ্যের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সব তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে সব জেলাশাসককে নির্দেশ দিল নবান্ন। জানা গিয়েছে, সব জেলাশাসকের কাছে বৃহস্পতিবার সন্ধেয় চিঠি পাঠিয়েছেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব পি বি সালিম। এপ্রিলে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যে লাগু হবে না এই আইন।সুপ্রিম কোর্টেও ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একাধিক মামলা হয়। তবে সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেনি শীর্ষ আদালত। ওই আইনের দুটি ধারা নিয়ে আপত্তি জানিয়ে সেগুলি স্থগিত রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এবার তড়িঘড়ি রাজ্য সরকারের তরফে সব তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে বলা হল ওয়াকফ সম্পত্তির তথ্য। নবান্নের নির্দেশ, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ‘umeedminority.gov.in’ পোর্টালে রাজ্যের জেলা ধরে ধরে ওয়াকফ সম্পত্তির খতিয়ান বা তথ্য আপলোড করতে হবে।

টিভি 9 বাংলা 28 Nov 2025 7:51 pm

Local Trains Cancelled: ফের লোকাল বাতিল হাওড়া ডিভিশনে, তালিকায় কোন কোন ট্রেন দেখে নিন

Local Trains Cancelled: শুধু হাওড়া ডিভিশন নয়, বিগত কয়েক মাস ধরে শিয়ালদহ ডিভিশনেও একাধিক শাখায় দফায় দফায় বাতিল থেকেছে একাধিক লোকাল। চরমে উঠেছে যাত্রীদের ভোগান্তি। হাসনাবাদ, থেকে ডানকুনি, বনগাঁ, সব শাখাতেই বাতিল থেকেছে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন।

টিভি 9 বাংলা 28 Nov 2025 7:48 pm

আধুনিক চার লেনের রাস্তা, করোনেশন ব্রিজের বিকল্প সেতু তৈরি হবে কবে?

করোনেশন সেতু দুর্বল হওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ আছে।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 7:47 pm

Kishanganj murder |জমি সংক্রান্ত বিবাদে খুন! দু’মাস পর উদ্ধার নিখোঁজ যুবকের দেহ, গ্রেপ্তার ৩     

কিশনগঞ্জ: মাটি খুঁড়ে উদ্ধার করা হল দুই মাস ধরে নিখোঁজ থাকা এক যুবকের দেহ। শুক্রবার দেহটি উদ্ধার হয় গোপালপুর গ্রামের কাছে পিপলা মুলাবাড়ির শালবাগানে। পুলিশের অনুমান জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন হয়েছেন মহম্মদ মেহবুব আলম নামে এক যুবক। তাঁর বাড়ি কিশনগঞ্জের নেপাল সীমান্তের দীঘলব্যাংক থানা হলদাবন গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদের […] The post Kishanganj murder | জমি সংক্রান্ত বিবাদে খুন! দু’মাস পর উদ্ধার নিখোঁজ যুবকের দেহ, গ্রেপ্তার ৩ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 7:45 pm

রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা, রবিবার অতিরিক্ত ইএমইউ লোকাল চলবে শিয়ালদহ শাখায়

শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 7:44 pm

সংকটজনক বিএনপি নেত্রী খালেদা জিয়া! আরোগ্য কামনায় প্রার্থনা ইউনুসের

গত রবিবার থেকেই ঢাকার এক হাসপাতালে ভর্তি বিএনপি নেত্রী।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 7:41 pm

Use of Body Oil: শীতে ত্বককে শিশিরের মতো সতেজ রাখুন! জানুন বডি অয়েল ব্যবহারের সঠিক উপায়

শীতকাল মানেই শুষ্ক, প্রাণহীন ত্বক। ঠান্ডা বাতাস এবং ঘরের হিটিং সিস্টেম আমাদের ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা দ্রুত শুষে নেয়। এই সময় আমরা সাধারণত ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করি, কিন্তু ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য বডি অয়েলের চেয়ে ভাল আর কিছু নেই।

টিভি 9 বাংলা 28 Nov 2025 7:37 pm

ভারতীয়কে ‘বাবা’ বানিয়ে পরিচয়পত্র তৈরি বাংলাদেশির, প্রশাসনের দ্বারস্থ জিয়াদ

উত্তর ২৪ পরগনার বসিরহাটের এক ব্যক্তি অভিযোগ করলেন, তাঁর অজান্তেই এক বাংলাদেশি যুবক তাঁকে ‘বাবা’ দেখিয়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করিয়েছেন। পুলিশ ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও কাজ হয়নি বলে তাঁর অভিযোগ। এখন নাম কাটাতে এসআইআর-ই ভরসা জিয়াদ আলি দফাদার নামে ওই ব্যক্তির। জিয়াদ আলি দফাদার বলেন, বছর চারেক আগে হঠাৎই তিনি দেখেন, ভোটার লিস্টে মাহাবুর দফাদার নামে এক যুবকের নাম রয়েছে। যেখানে জিয়াদ আলি দফাদারকে বাবা পরিচয় দেওয়া হয়েছে। তখন তিনি খোঁজখবর নিয়ে দেখেন, তাঁকে বাবা সাজিয়ে শুধু ভোটার কার্ড নয়, আধার কার্ড-সহ সমস্ত রকম সরকারি নথি ওই যুবক বানিয়ে ফেলেছেন।

টিভি 9 বাংলা 28 Nov 2025 7:35 pm

যুদ্ধে জর্জরিত জেলেনস্কি, এরই মাঝে ৮০০ কোটির দুর্নীতির অভিযোগে ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি

জেলেনস্কি ঘনিষ্ঠের বাড়ি ও অফিসে চলল তল্লাশি।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 7:31 pm

যেনতেনপ্রকারে আটকাতে হবে রোনাল্ডোর বিশ্বকাপে খেলা! আদালতের পথে বিপক্ষরা

আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে পারে বিশ্বকাপের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 7:31 pm

ঘরে বসেই আধারের সঙ্গে জোড়া যাবে মোবাইল নম্বর! খাটনি কমছে গ্রাহকের

এর জন্য অবশ্যই ফোনে থাকতে হবে আধার অ্যাপ।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 7:29 pm

Samik Bhattacharya: “ঠান্ডা ঘরে বসে জ্ঞানগর্ভ বাণী দিলেই চলবে না”, এবার শমীকের তোপের মুখে CEC জ্ঞানেশ কুমার

Samik Bhattacharya On CEC: প্রশ্ন হচ্ছে, হঠাৎই কেন শমীকের এহেন উক্তি? শক্রবার ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি অর্থাৎ যিনি গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন, তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। তাঁর অভিযোগ, ফলতার বিডিও এলাকার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গিরের কথায় মৃত ভোটারের নাম তুলতে বিএলও-দের চাপ দিচ্ছেন।

টিভি 9 বাংলা 28 Nov 2025 7:26 pm

সানি-ববি আয়োজিত স্মরণসভায় ব্রাত্য সৎ মা! হেমার বাড়িতে আলাদা করে ধর্মেন্দ্রর জন্য পুজোপাঠ

ধর্মেন্দ্রর প্রয়াণের পর কি দেওল পরিবারে চিড়?

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 7:19 pm

কিছুতেই সারছে না কাশি, সঙ্গে পিঠব্যথা! অবহেলা নয়, ফুসফুসে সিঁধ কাটতে পারে ক্যানসার

কোন কোন লক্ষণ দেখে আগেভাগে সাবধান হবেন?

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 7:17 pm

শুভেন্দুর মুখে হলদিয়ায় শিল্পের কথা, শুনে সেলিম বললেন…

হলদিয়ায় দাঁড়িয়ে শিল্পের কথা বলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হলদিয়ায় শিল্পকে বাঁচিয়ে তোলার কথা বলেছেন তিনি। কিন্তু, হলদিয়ায় তেমনভাবে শিল্প না হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দুকে একযোগে আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বললেন, অনেকদিন পর হলদিয়া পেট্রোকেমিক্যালসের নাম শুনলাম। আমাদের যৌবন দিয়েছিলাম হলদিয়ায় শিল্পের জন্য। তখন মমতাও হলদিয়ায় শিল্প আটকাতে চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেন সিপিএমের রাজ্য সম্পাদক। হলদিয়া পেট্রোকেমিক্যালসে যাতে কেউ বিনিয়োগ না করেন, তৎকালীন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে দাবি-সনদ পেশ করেছিলেন বলেও অভিযোগ করেন সেলিম।

টিভি 9 বাংলা 28 Nov 2025 7:16 pm

মারধর করে ফেলে আসা হয় হাসপাতালে! বনগাঁয় বধূ খুনে যাবজ্জীবন স্বামী-সহ গোটা শ্বশুরবাড়ির

আদালতের রায় শুনে কেঁদে ফেলেন মৃতার মা।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 7:15 pm

Putin in India: ভারতে সফরে পুতিন! বাড়তি ‘এস-৪০০’ কেনায় জোর দেবেন মোদী

Putin Visit India on Next Week: ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের ফাটল যখন ক্রমশ চওড়া হচ্ছে, ঠিক সেই সময়ই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিদেশমন্ত্রক জানিয়েছে, ৪-৫ ডিসেম্বর ভারত সফর করবেন পুতিন। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

টিভি 9 বাংলা 28 Nov 2025 7:06 pm

West Bengal SIR: মৃত্যুর দায় এড়াচ্ছে কমিশন, SIR-এর মাঝে 'বোমা ফাটালেন' মহুয়া মৈত্র, 'বিস্ফোরণে' কেঁপে উঠল বাংলা

West Bengal SIR: ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের মধ্যেই শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করল তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধিদল। বৈঠকে তারা অভিযোগ তোলে SIR-এর কারণে রাজ্যে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি কমিশনকে নিশানা করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অভিযোগ তোলেন, কমিশনের হাতে “রক্ত লেগে আছে”। তৃণমূলের দাবি, এসআইআর-এর কারণেই রাজ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে এবং এদিন বৈঠকে সেই তালিকা সিইসি-র হাতে তুলে দিয়েছে প্রতিনিধিদলের সদস্যরা। আরও পড়ুন- সিন্ডিকেট সংক্রান্ত বিবাদেই হাওড়ায় শ্যুটআউট? তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপর হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে রাজ্যসভার তৃণমূল সংসদীয় দলের নেতা ডেরেক ও’ ব্রায়েন জানান, বৈঠকের শুরুতেই তাঁরা সরাসরি অভিযোগ করেন, সিইসি-র “হাতে রক্ত লেগে রয়েছে”। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও মমতা বালা ঠাকুর প্রায় ৪০ মিনিট ধরে তাদের বক্তব্য তুলে ধরেন এবং এসআইআর চলাকালীন ঘটে যাওয়া ঘটনাগুলির বিস্তারিত তুলে ধরেন।ডেরেক ও’ ব্রায়েন বলেন, “আমাদের পাঁচটি প্রশ্নের একটিরও উত্তর পাইনি,”। তাঁর দাবি, তৃণমূল এসআইআর-এর বিরোধী নয়, বরং যেভাবে পরিকল্পনাহীনভাবে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে তারই বিরোধিতা করছে দল। আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর? তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেন, তাঁরা যখন ৪০ জনের মৃত্যুর তালিকা সিইসি-কে দেন, তখন তিনি বিস্ময় প্রকাশ করে বলেন এগুলি কেবল অভিযোগ মাত্র! মৈত্রর কথায়, “যেন সিইসি-র কোনো ধারণাই নেই যে এসআইআর চলাকালীন এই মৃত্যুগুলি ঘটেছে।” তাঁর দাবি,মৃত্যুগুলি সরাসরি এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।প্রতিনিধিদলে ছিলেন ডেরেক ও’ ব্রায়েন, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে ও প্রকাশ চিক বরাইক। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শাসক দল এসআইআর প্রক্রিয়া নিয়ে লাগাতার প্রতিবাদ করছে। তৃণমূল দাবি করছে, এসআইআর শুরু হওয়ার পর থেকে রাজ্যে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। যদিও নির্বাচন কমিশনের কর্মকর্তারা এই দাবির সঙ্গে মৃত্যুর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। কমিশনকে দুষে তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে এই মৃত্যুগুলোর দায় কমিশন কোনভাবেই এড়াতে পারেন না। আরও পড়ুন- Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে এবার মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর, অভাবনীয় পদক্ষেপে খুশির জোয়ার! বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেরেক ও’ব্রায়েন জানান, তাঁরা কমিশনের সামনে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার তাঁদের কোনও প্রশ্নেরই সরাসরি উত্তর দেননি। ও’ব্রায়েন বলেন, “আমরা আলোচনার শুরুতেই বলেছি, সিইসি-র হাতে রক্ত লেগে আছে। আমরা পাঁচটি প্রশ্ন তুলেছি। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং মমতা বালা ঠাকুর প্রায় ৪০ মিনিট বক্তব্য রাখেন।”উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গসহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলছে। আরও পড়ুন- Purba Bardhaman News: রাজনৈতিক উত্তাপের মধ্যেই অভাবনীয় সাফল্য! SIR-এর কাজে পূর্ব বর্ধমানের পাঁচ BLO–র অসামান্য কীর্তি দুরন্ত চর্চায়!

ইন্ডিয়ান এক্সপ্রেস 28 Nov 2025 7:00 pm

Gangarampur |হস্টেলে অবহেলা! ডায়ারিয়ায় ভুগে মৃত্যু খুদে পড়ুয়ার

জয়ন্ত সরকার,গঙ্গারামপুর: ডায়ারিয়ার দরুন অসুস্থ অবস্থায় টানা ২ দিন হোস্টেলের বেডেই পড়েছিল দ্বিতীয় শ্রেণির ছাত্রী অনুশ্রী হেমরম (৮)। কিন্তু অভিযোগ, হোস্টেল কর্তৃপক্ষ সময়মতো তাকে হাসপাতালে নিয়ে যায়নি। আর তার জেরেই নাকি মৃত্যু হয় ওই খুদে পড়ুয়ার। এমনই অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়াল গঙ্গারামপুর শহরের রাজীবপুর খ্রীষ্ট রাজা প্রাথমিক বিদ্যালয় চত্বরে। মৃত শিশুর পরিবার […] The post Gangarampur | হস্টেলে অবহেলা! ডায়ারিয়ায় ভুগে মৃত্যু খুদে পড়ুয়ার appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 7:00 pm

SIR ধরিয়ে দিল পলাতক স্বামীকে, সঙ্গে দ্বিতীয় পক্ষের স্ত্রী!

Family find out missing man after 6 years: কার্তিকের খোঁজ পাওয়া গেল এসআইআরের ফর্ম পূরণের সময়। বিএলও জানালেন, কার্তিক দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে ফর্ম ফিলাপ করেছেন। জানতে পেরেই পরিবারের লোকজন সেই ঠিকানায় পৌঁছে যান। গিয়ে দেখেন, কার্তিক দ্বিতীয় সংসার পেতেছেন। রয়েছে স্ত্রী ও এক সন্তান। দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তানকে নিয়ে কিশোরচকে ফিরেছেন কার্তিক। তাঁকে দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

টিভি 9 বাংলা 28 Nov 2025 6:56 pm

ঋণ ৫৭ লক্ষ! পানাগড় দুর্ঘটনায় মৃত সুতন্দ্রাদের বাড়ির দখল নিল ব্যাঙ্ক, কোথায় যাবে অসহায় মা?

ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে সুতন্দ্রার মা।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 6:45 pm

India Costliest Number Plate: দেশ জুড়ে চর্চায় এখন ‘HR88B8888’ কোটি টাকার নম্বর প্লেট, বিশেষত্ব জানলে চমকে যাবেন

India Costliest Number Plate: অনেকেই আছেন যাঁরা নতুন গাড়ি কেনার সময় চান তাঁদের পছন্দের বা লাকি নম্বরটিই গাড়ির নম্বর প্লেটেও থাকুক। কীভাবে পাবেন সেই ভিআইপি বা ফ্যান্সি নম্বর প্লেটটি? এই নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই। এর মাঝেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর খবর। জানা গিয়েছে ১.১৭ কোটিতে নিজের সাধের নম্বর প্লেট ‘HR88B8888’ নিয়েছেন হরিয়ানার এক ব্যাবসায়ী। যা এখন দেশ জুড়ে সংবাদ শিরোনামে। আরও পড়ুন- সিন্ডিকেট সংক্রান্ত বিবাদেই হাওড়ায় শ্যুটআউট? তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপর হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে হরিয়ানায় একটি বিশেষ নিলাম পর্বে ‘HR88B8888’ নম্বর প্লেট কিনে দেশজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন হিসারের বাসিন্দা সুধীর কুমার। মাত্র ৫০,০০০ টাকা থেকে শুরু হওয়া নিলাম শেষ হয়েছে চোখ কপালে তোলার মতো ১.১৭ কোটিতে। এই নম্বর প্লেটটি এখন দেশের সবচেয়ে দামি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর হিসেবে রেকর্ড গড়েছে। মোট ৪৫ জন দরদাতা এই অনন্য নম্বরটি কেনার প্রতিযোগিতায় অংশ নেন। নিলামটি শুক্রবার বিকেল ৫টায় শুরু হয়ে সোমবার সকাল ৯টায় বন্ধ হয়। বুধবার বিকেল ৫টায় ঘোষিত ফলাফলে জানা যায়, বিজয়ী দরদাতা সুধীর কুমার প্রথমে মাত্র ১১,০০০ জমা দিয়েছিলেন যার মধ্যে ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি এবং ১০,০০০ সিকিউরিটি ডিপোজিট হিসেবে। সম্পূর্ণ অর্থ জমা দেওয়ার পরই নিলাম আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ বলে গণ্য হবে, যার জন্য তাঁর হাতে রয়েছে পাঁচ দিনের সময়। আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর? কে এই সুধীর কুমার? ৩০ বছর বয়সী সুধীর কুমার পেশায় ব্যবসায়ী। তাঁর একাধিক ব্যবসা রয়েছে পরিবহন , সফটওয়্যার কোম্পানি এবং বাণিজ্যিক পরিবহন-সম্পর্কিত একটি মোবাইল অ্যাপ তৈরির প্রজেক্ট। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি জানান, “আমার নির্দিষ্ট কোনও বাজেট ছিল না। নম্বরটি ভালো লেগেছিল, তাই দরপত্র দিয়েছিলাম। এত প্রতিযোগিতা হবে আশা করিনি।” HR88B8888—এই নম্বরের বিশেষত্ব কী? HR: রাজ্য কোড, অর্থাৎ গাড়িটি হরিয়ানায় নিবন্ধিত। 88: হরিয়ানার নির্দিষ্ট জেলার আরটিও কোড। B: সিরিজ কোড, যার আকৃতিও ৮-এর মতো। 8888: চারটি ৮ যেটি অত্যন্ত শুভ সংখ্যা বলে মনে করা হয়। নম্বরটিতে ৮-এর পুনরাবৃত্তি এবং পুরো সিরিজে এক ধরণের ‘লাকি প্যাটার্ন’ থাকায় এটি দরদাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছিল। এই অনন্য প্যাটার্নই নম্বর প্লেটটির দাম ইতিহাস গড়ে তুলেছে। কীভাবে ভিআইপি নম্বর পাবেন? নতুন গাড়ির জন্য ভিআইপি বা ফ্যান্সি নম্বর পেতে আপনাকে প্রথমেই যেতে হবে সংশ্লিষ্ট আরটিও (RTO)-এর অনলাইন ওয়েবসাইটে। মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন “Transport VIP number”। আরও পড়ুন- Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে এবার মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর, অভাবনীয় পদক্ষেপে খুশির জোয়ার! এরপর যে ওয়েবসাইটটি আসবে সেখানে প্রবেশ করে “Fancy Number Services” বা এই ধরণের কোনও বিকল্পে ক্লিক করুন। সেখানে একটি অপশন থাকবে “Check Availability of Fancy Choice Numbers”। এখানে ক্লিক করলেই আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। এখানে গিয়ে আপনাকে প্রথমে আপনার রাজ্য এবং নির্দিষ্ট আরটিও নির্বাচন করতে হবে। এরপর একটি তালিকা খুলে যাবে যেখানে আপনার রাজ্যে বর্তমানে কোন ভিআইপি নম্বর উপলব্ধ, সেটি আপনি দেখতে পাবেন। প্রতিটি নম্বরের পাশেই লেখা থাকবে সেই নম্বরটি কোন গাড়ির জন্য প্রযোজ্য এবং তার খরচ কত। আপনার পছন্দের নম্বরটি সিলেক্ট করার পর আপনাকে নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এরপর আপনি অংশ নিতে পারবেন ই-নিলামে (e-auction)। এখানে আপনাকে আপনার পছন্দের নম্বরের জন্য বিড করতে হবে। সর্বোচ্চ দর যিনি দেবেন, তিনি পেয়ে যাবেন নম্বরটি। নিলাম শেষে হলে অর্থ প্রদান করে আপনি ওই নম্বরটি নিজের জন্য বরাদ্দ করতে পারেন। এরজন্য আপনার কাছে প্রয়োজনীয় গাড়ির নথিপত্র ও আইডি প্রমাণ থাকতে হবে। প্রতিটি রাজ্যের জন্য নিলামের সময়সীমা ও প্রক্রিয়া কিছুটা ভিন্ন হতে পারে, তাই আপনার রাজ্যের আরটিও ওয়েবসাইটে নিয়মাবলি ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন। আপনার গাড়ির নম্বর প্লেট এখন হতে পারে একেবারে ইউনিক এবং আপনার পছন্দসই। এখন আর অপেক্ষা নয় – আজই শুরু করুন প্রক্রিয়া। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার, আগামী মাসে পুতিনের ভারত সফরে নজর আমেরিকার

ইন্ডিয়ান এক্সপ্রেস 28 Nov 2025 6:42 pm

তিক্ততার পথে ঢাকা

বহু দশকের চেনা প্রতিবেশী বাংলাদেশকে হঠাৎ বড় অচেনা মনে হচ্ছে। যত দিন যাচ্ছে, ভারত বিরোধিতার সুর চড়া হচ্ছে বাংলাদেশের।‌ অথচ জন্মলগ্ন থেকে দেশটা ভারতের বন্ধু। বরং ১৯৪৭ থেকেই পাকিস্তান বরাবর ভারত-বিরোধী। দু’দেশের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ হয়েছে অনেকবার। অন্যদিকে, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্মের পর থেকে ভারতের সঙ্গে মৈত্রীর সম্পর্কই ছিল। ২০২৪-এ বৈষম্যবিরোধী আন্দোলনের […] The post তিক্ততার পথে ঢাকা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 6:38 pm

In Depth on Jai-Veeru : জয়-বীরু কি সমকামী?

In Depth on Sholey: এই সব চরিত্রের মধ্যে উদাহরণ হিসাবে জয়-বীরুর জুটি নিয়ে যদি আমরা আলোচনা করি, একটা দারুণ তত্ত্ব উঠে আসছে। কেউ কেউ জয়-বীরুর জুটি শুধু মাত্র বন্ধুত্বের বেড়া জালে বাঁধতে চাইছেন না। তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব তো রয়েছেই, কিন্তু বিচ্ছেদের বিরহ ধমনীর উপশিরায় বয়ে গিয়েছে এই দুই চরিত্রের মধ্যে।

টিভি 9 বাংলা 28 Nov 2025 6:36 pm

ফিরে আসুক স্কুলের সেই প্রিয় ঘণ্টা

গৌতমী ভট্টাচার্য বয়স বেড়ে চলে। পুরোনো কত কিছুই না মনের মধ্যে আকুলি–বিকুলি কেটে বেড়ায়। সেই তালিকায় অন্যতম স্কুলের ঘণ্টা। রুটির মতো দেখতে একটি ধাতব বস্তু। যার ‘ঢং ঢং’ আওয়াজ আজও মনে অনুরণনের সৃষ্টি করে। মন বারে বারে স্কুলের সেই দিনগুলিতে ফিরে যেতে চায়। সেই ‘ঢং ঢং’ শব্দ শুধু একটা যান্ত্রিক শব্দ ছিল না, বরং তা […] The post ফিরে আসুক স্কুলের সেই প্রিয় ঘণ্টা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 6:34 pm

SSC |নতুন নিয়োগ বিজ্ঞপ্তি খারিজের দাবি, শুনানিতে বিচারপতির প্রশ্নের মুখে এসএসসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত চাকরীপ্রার্থীদের প্রতি বৈষম্য করা হয়েছে। শুক্রবার এসএসসি (SSC) মামলার শুনানিতে এমনটাই জানান ২০১৬ সালে পরীক্ষায় বসা বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীকা। যার প্রেক্ষিতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে বিচারপতি অমৃতা সিনহা জানতে চেয়েছেন যোগ্যদের কীভাবে চিহ্নিত করা হয়েছে? সম্প্রতি এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলা (৪৪টি) হাইকোর্টে পাঠিয়েছে সুপ্রিম […] The post SSC | নতুন নিয়োগ বিজ্ঞপ্তি খারিজের দাবি, শুনানিতে বিচারপতির প্রশ্নের মুখে এসএসসি appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 6:33 pm

প্রবল আপত্তি, তাও কেন ধর্মেন্দ্রকে বিয়ে করেছিলেন হেমা?

সংসার, সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন বেশিরভাগ অভিনেত্রী। কিন্তু হেমা অন্যতম ব্যতিক্রম। সংসার, দুই মেয়েকে সামলেও সমান তালে কাজ করেছেন তিনি। আর এক্ষেত্রে তাঁর সবথেকে বড় সাপোর্ট সিস্টেম হয়ে উঠেছিলেন ধর্মেন্দ্র। তিনি নাকি কোনওদিন হেমাকে কাজ বন্ধ করার জন্য বলেননি।

টিভি 9 বাংলা 28 Nov 2025 6:30 pm

মোদিরাজ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএলওর মৃত্যু! SIR-এর কাজের চাপ, সরব বিরোধীরা

এসআইআর-এর সঙ্গে এই মৃত্যুর যোগ অস্বীকার করেছে পুলিশ।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 6:29 pm

বনকর্মীদের সঙ্গে মা হাতি, সাবককে আগলে আমজনতাও! মন ভালো করা ছবি নাগরাকাটায়

নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে একটি হাতি রাতের অন্ধকারে সাবকের জন্ম দেয়।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 6:25 pm

শূন্য রানে আউট হয়ে লজ্জার নজির, ‘দুর্দিনেও’বাবরের সান্ত্বনা ভারতকে হারানোর পুরনো স্মৃতি

এই নিয়ে শেষ ৯টি ইনিংসে বাবর চারবার শূন্য করেছেন।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 6:25 pm

ভোট প্রচারে দুশ্চিন্তার মেঘ এআই ছবি ও ফেক নিউজ

রূপায়ণ ভট্টাচার্য রাজ্যে ভোট ক্রমেই এগিয়ে আসছে বলে বেশ কিছু পরিস্থিতি তৈরির সম্ভাবনা। ‘সম্ভাবনা’ শব্দটা লিখেই ভাবলাম, এটার দরকার ছিল না। সম্ভাবনা কোথায়, এ সব কাজকর্ম শুরুই হয়ে গিয়েছে! দেওয়াল লিখনের বুদ্ধিদীপ্ত ছড়া বা কার্টুন যেমন বিদায় নেওয়ার পথে, এবার জনসভা, পথসভার ভাগ্যে কুৎসিত কিছু অপেক্ষা করতে বাধ্য। সবাই যখন সারাক্ষণ মোবাইলের দিকে চেয়ে থাকে, […] The post ভোট প্রচারে দুশ্চিন্তার মেঘ এআই ছবি ও ফেক নিউজ appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 6:22 pm

Money found in beggar’s house |অবাক কাণ্ড! ভিক্ষাজীবীর বাড়িতে বস্তাভর্তি টাকা

বহরমপুর: অবাক কাণ্ড! এবার বস্তাভর্তি কাঁড়ি-কাঁড়ি টাকা উদ্ধার হল বিশেষভাবে সক্ষম এক বৃদ্ধর বাড়ি থেকে। তিনি আবার ভিক্ষাজীবী। যা দেখে চোখ কপালে আট থেকে আশি, সকলেরই। ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি মহকুমার হামিদাহাটি গ্রামে। ষাটোর্ধ্ব নুর ইসলামের কাঁচা বাড়ি মেরামত করার জন্য মাটি খুঁড়তে গিয়েই টাকাভর্তি কয়েকটি বস্তা নজরে আসে এক মিস্ত্রি সহ স্থানীয়দের। বস্তা খুলে তাঁরা […] The post Money found in beggar’s house | অবাক কাণ্ড! ভিক্ষাজীবীর বাড়িতে বস্তাভর্তি টাকা appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 6:21 pm

BLO: SIR মানেই ভয় নয়… এক পায়ে ‘জয়’ করে বুঝিয়ে দিলেন শোভানারা বায়েন

SIR in Bengal: আইসিডিএস কর্মী শোভানারা বায়েন। বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের জামশুলি গ্রামে। জন্ম থেকেই তাঁর একটি পা হাঁটুর নীচ থেকে নেই। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁকে। নিজের জেদে লড়ছেন জীবন যুদ্ধে।

টিভি 9 বাংলা 28 Nov 2025 6:19 pm

Waqf Amendment Act: হাজারো বিরোধিতার পর ওয়াকফ আইন নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের

Waqf Amendment Act: অবশেষে ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act 2025) মেনে নিল রাজ্য সরকার।রাজ্যের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সব তথ্য (Waqf property) সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে সব জেলাশাসককে নির্দেশ দিল নবান্ন।

টিভি 9 বাংলা 28 Nov 2025 6:18 pm

Aadhaar Card: বন্ধ হল ২ কোটি আধার কার্ড, আপনার আধার ডিঅ্যাকটিভেট হয়ে যায়নি তো?

Unique Identification Authority Of India, Aadhaar Card: কোনও আধার নম্বর যদি একবার বাতিল হয়ে যায় তাহলে সেই নম্বর চিরতরে বন্ধ হয়ে গেল। আর কোনও নবজাতককেও এই নম্বর দেওয়া হবে না। এর ফলে কোনও জালিয়াতই মৃত ব্যক্তির পরিচয় ব্যবহার করে আর নতুন কোনও অ্যাকাউন্ট খুলতে পারবে না।

টিভি 9 বাংলা 28 Nov 2025 6:16 pm

India GDP: মার্কিন শুল্ক হুমকিকে উপেক্ষা! রকেট গতিতে ছুটছে ভারতের GDP

India GDP: রকেট গতিতে ছুটছে ভারতের GDP। প্রত্যাশাকেও ছাড়িয়ে নয়া রেকর্ড গড়ল ভারতের অর্থনীতি। তৈরি হল নয়া ইতিহাস। ২০২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে GDP (জুলাই-সেপ্টেম্বর) প্রত্যাশার তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় ত্রৈমাসিকে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৮.২ শতাংশ। যা গত অর্থবর্ষে ছিল ৫.৬ শতাংশ। চলতি অর্থবর্ষে সেই হার ছিল ৭.৮ শতাংশ। আরও পড়ুন- “বাবরি মসজিদ হবেই”, শাসকদলকেই চ্যালেঞ্জ ছুঁড়ে বিতর্কের কেন্দ্রে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর শুক্রবার (২৮ নভেম্বর) সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ভারতের গড় বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮ শতাংশ, যেখানে আগের বছরের একই সময়ে এই হার ছিল ৬.১ শতাংশ। রপ্তানির ক্ষেত্রেও ইতিবাচক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলতি ত্রৈমাসিকে রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৫.৬ শতাংশ, যেখানে গত বছর এর বৃদ্ধি ছিল ৩ শতাংশ। তবে আমদানি বেড়েছে আরও বেশি, ১২.৮ শতাংশ, যা আগের বছরের একই সময়ে মাত্র ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। মোটের উপর, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি শক্তিশালী গতিতে এগিয়ে চলেছে এবং সকল পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। আরও পড়ুন- Waqf Amendment Act: শেষমেশ ওয়াকফ সংশোধনী আইনে মান্যতা পশ্চিমবঙ্গ সরকারেরও, জোরদার তৎপরতা শুরু নবান্নের মার্কিন শুল্ক সংক্রান্ত চ্যালেঞ্জের মধ্যেও দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ভারতীয় অর্থনীতি প্রত্যাশার চেয়ে অনেক ভালো পারফর্ম করেছে। ২৮শে নভেম্বর সরকার কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ভারতীয় অর্থনীতি টানা তৃতীয় ত্রৈমাসিকে তার চিত্তাকর্ষক গতি বজায় রেখেছে। জুলাই-সেপ্টেম্বরে জিডিপি বৃদ্ধি সর্বোচ্চ ৮.২ শতাংশে পৌঁছেছে, যা আগের ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ ছিল। অর্থনৈতিক বিশ্লেষকরা দ্বিতীয় প্রান্তিকে অর্থনৈতিক বৃদ্ধির হার ৭% থেকে ৭.৫% পূর্বাভাস দিয়েছিলেন। তবে, তাদের প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে জিডিপি বৃদ্ধির হার। আরও পড়ুন- Navy Week: আত্মনির্ভর ভারতের শক্তি প্রদর্শন: কলকাতায় ভারতীয় নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল কর্ভেট রিপোর্ট বলছে উৎপাদন খাত সবচেয়ে ভালো পারফর্ম করেছে, ৯.১% হারে বৃদ্ধি পেয়েছে, যেখানে কৃষিক্ষেত্র ৩.৫% এ রয়ে গেছে। তবে শুধু উৎপাদন নয়, মানুষের ব্যক্তিগত ব্যয়ও বেড়েছে, দ্বিতীয় ত্রৈমাসিকে বেড়েছে ৭.৯ শতাংশ। যা গত বছরের ৬.৪% থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে । বিনিয়োগের সূচক, গ্রস ক্যাপিটাল ফর্মেশন (GFCF)ও ৭.৩% বৃদ্ধি রেকর্ড করেছে। সামগ্রিকভাবে, শক্তিশালী উৎপাদন বৃদ্ধি, শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা এবং উন্নত বিনিয়োগের মাধ্যমে, ভারতীয় অর্থনীতি আবারও বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতির খেতাব ধরে রেখেছে। ভারতের শক্তিশালী জিডিপি বৃদ্ধির তিনটি মূল কারণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। প্রথমত, গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধার, দ্বিতীয়ত, সরকারি মূলধন ব্যয় এবং তৃতীয়ত, রপ্তানি বৃদ্ধি। আরও পড়ুন- West Bengal News Live Updates: হাওড়ায় তৃণমূলের প্রধানকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

ইন্ডিয়ান এক্সপ্রেস 28 Nov 2025 6:14 pm

GDP |ট্রাম্পের শুল্কবানের প্রভাবই পড়ল না! দ্বিতীয় কোয়ার্টারে ভারতের জিডিপি বাড়ল ৮.২%

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকার শুল্কবানের ধাক্কা সামলেও দেশের অর্থনীতিতে বড়সড় জোয়ার! জাতীয় পরিসংখ্যান দপ্তরের (NSO) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে (ত্রৈমাসিক) ভারতের প্রকৃত জিডিপি (Real GDP) বৃদ্ধি পেয়েছে ৮.২%, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। এক বছর আগের ৫.৬% এবং প্রথম ত্রৈমাসিকের ৭.৮% বৃদ্ধির তুলনায় এই পরিসংখ্যান দেশের অর্থনৈতিক ইঞ্জিনে আরও বেশি গতি […] The post GDP | ট্রাম্পের শুল্কবানের প্রভাবই পড়ল না! দ্বিতীয় কোয়ার্টারে ভারতের জিডিপি বাড়ল ৮.২% appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 6:11 pm

Sensitive Skin care in Winter: শীতে চাই সংবেদনশীল ত্বকের বাড়তি যত্ন, রইল ম্যাজিক টিপস

সংবেদনশীল ত্বক বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতকালে আরও বেশি শুষ্ক, রুক্ষ এবং প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। ঠান্ডা বাতাস, কম আর্দ্রতা এবং ঘরের ভেতরের হিটিং সিস্টেমের তাপ ত্বককে ডিহাইড্রেটেড করে তোলে এবং লালচে ভাব, চুলকানি ভাব বাড়িয়ে দিতে পারে।

টিভি 9 বাংলা 28 Nov 2025 6:09 pm

Attempted murder |বিএলও’র স্বামীকে খুনের চেষ্টা, কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: নির্দেশ অমান্য করায় পেশায় পার্শ্বশিক্ষিকা এক বিএলও-কে মানসিকভাবে হেনস্তা ও তাঁর স্বামীকে বেধড়ক মারধর করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিওন গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ কসিমউদ্দিন। তিনি যদিও ঘটনার পর থেকে পলাতক। যদিও কংগ্রেসের দাবি, কসিমউদ্দিন তাঁদের দলের কেউ […] The post Attempted murder | বিএলও’র স্বামীকে খুনের চেষ্টা, কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 6:08 pm

Humayun Kabir: “বাবরি মসজিদ হবেই”, শাসকদলকেই চ্যালেঞ্জ ছুঁড়ে বিতর্কের কেন্দ্রে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

Murshidabad News: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের ঠিক আগে ফের রাজনৈতিক মহলে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে ফের সরাসরি শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুললেন তিনি। তার অভিযোগ, “তৃণমূলই বাবরি মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে।” শুক্রবার বেলডাঙায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর স্পষ্ট ভাষায় বলেন,“বাবরি মসজিদ হবেই। শাসকদল আর প্রশাসনের কিছু লোক ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে।”তার দাবি, মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনিক স্তরে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে এই মন্তব্য যে শাসক দলের অস্বস্তি বাড়াচ্ছে তা রাজনৈতিক মহলে স্পষ্ট। কারণ, সম্প্রতি একাধিকবার দলীয় কর্মসূচি থেকেও দূরত্ব বজায় রাখতে দেখা গেছে হুমায়ুনকে। মুখ্যমন্ত্রীর আসন্ন সফরে তিনি উপস্থিত থাকবেন কি না, সেটিও এখনো পরিষ্কার নয়। আরও পড়ুন- Navy Week: আত্মনির্ভর ভারতের শক্তি প্রদর্শন: কলকাতায় ভারতীয় নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল কর্ভেট বেলডাঙার বাবরি মসজিদ ইস্যুতে প্রশ্ন উঠতেই হুমায়ুন কবীর পাল্টা প্রশ্ন তোলেন, “জগন্নাথ মন্দির করলে যদি বিতর্ক না হয় তাহলে বাবরি মসজিদের কিসের বিতর্ক?”এর আগে ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। ওই ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। আরও পড়ুন- West Bengal News Live Updates: হাওড়ায় তৃণমূলের প্রধানকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে যে জমিতে মসজিদ নির্মাণের কথা বলা হচ্ছে, সে জমির মালিকানা নিয়েও অস্পষ্টতা রয়েছে। হুমায়ুনের দাবি, সেই জমি তারই নামে, এবং মসজিদ নির্মাণের জন্য তার কাছ থেকে এখনও কেউ জমি ক্রয় করেননি। ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সংশয় আরও বেড়েছে। আরও পড়ুন- Waqf Amendment Act: শেষমেশ ওয়াকফ সংশোধনী আইনে মান্যতা পশ্চিমবঙ্গ সরকারেরও, জোরদার তৎপরতা শুরু নবান্নের তিনি আরও জানান যে বিতর্ক এড়াতে জমিটি টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। যদিও তার বক্তব্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব নীরবতা বজায় রেখেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত, বিধায়কের লাগাতার দলবিরোধী মন্তব্য তৃণমূলের ভেতরে নতুন ধরনের অস্বস্তি তৈরি করছে।মুখ্যমন্ত্রীর সফরের আগে এই মন্তব্য নিঃসন্দেহে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলে মনে করছে পর্যবেক্ষক মহল।

ইন্ডিয়ান এক্সপ্রেস 28 Nov 2025 6:07 pm

ভূমিকম্পের গ্রাসে চলে যাবে গোটা হিমালয়! কম্পনের নতুন মানচিত্র জুড়ে উদ্বেগ

এদেশের কতটা অংশ কম্পনপ্রবণ? তাও জানা গিয়েছে নতুন মানচিত্রে।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 6:07 pm

Alipurduar |মাঠের রাজনীতিতে মিছিলের ডাক

আয়ুষ্মান চক্রবর্তী, আলিপুরদুয়ার: প্যারেড গ্রাউন্ড তো এখন শাসকদলের কাছে প্রেস্টিজ ইস্যু। বুধবার আলিপুরদুয়ারের (Alipurduar) বিধায়ক সুমন কাঞ্জিলাল রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছেন যে, প্যারেড গ্রাউন্ডের সেই বিতর্কিত নির্মাণকাজ আর হবে না। কিন্তু জেলা প্রশাসন এব্যাপারে মুখ খুলছে না। আর তৃণমূলের একাংশই যে সুমনের এই ঘোষণায় রীতিমতো নাখুশ, সেটা তো তাদের হাবেভাবেই স্পষ্ট। প্যারেড গ্রাউন্ড […] The post Alipurduar | মাঠের রাজনীতিতে মিছিলের ডাক appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 6:00 pm

Ranbir-Deepika: দশ বছর পর রণবীর–দীপিকা জুটি ফিরছে! অয়ন মুখার্জির নতুন ছবিতে বড় চমক

খবরে জানা গেছে, রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন, দীর্ঘ এক দশক পর আবারও পর্দায় একসঙ্গে আসতে চলেছেন। পরিচালনায় থাকছেন অয়ন মুখার্জি, এবং তাদের নতুন প্রজেক্টটি নাকি রাজ কাপুর ও নার্গিস অভিনীত ১৯৫৬ সালের ক্লাসিক 'চোরি চোরি'-র আধুনিক রূপায়ণ। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, যে রণবীর তার প্রপিতামহ রাজ কাপুর পরিচালিত মূল ছবিটি পুনরায় দেখে বর্তমান সময়ের উপযোগী সমসাময়িক ছোঁয়া দিতে চান। মূল সিনেমাটি একজন পলাতক এবং এক খোলামেলা সাংবাদিকের অদ্ভুত বন্ধনের গল্পে প্রেম, কৌতুক ও সামাজিক বার্তার মিশ্রণ ঘটিয়েছিল। তবে নতুন সিনেমাটি সরাসরি গল্প নকল করবে না। বরং আধুনিক চরিত্র, নতুন প্রেক্ষাপট ও সমসাময়িক বয়ানের মাধ্যমে মূল ধারণাটি নতুনভাবে ব্যাখ্যা করা হবে। একই সঙ্গে রণবীর কাপুর তার পরিবারের ঐতিহ্যবাহী আরকে ফিল্মস ব্যানারকেও নতুনভাবে প্রাণ দিতে চাইছেন। ফলে ছবিটি নবায়নকৃত ব্যানারের অধীনে প্রথম প্রযোজনা হিসেবে ধরা হচ্ছে। ভাল ছেলে চরিত্রে ক্লান্ত! নেতিবাচক ভূমিকায় ফিরতেই নতুন ইমেজ পেলে অভিনেতা? অয়ন মুখার্জিও কিছুদিন পর আবার পরিচালনায় ফিরছেন, আর রণবীর–দীপিকার যুগলবন্দী পর্দায় বড়সড় কাম-ব্যাক হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি হবে রাজ কাপুর–নার্গিসের ক্লাসিকের প্রতি আধুনিক শ্রদ্ধাঞ্জলি। রণবীর–দীপিকা জুটি শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ইমতিয়াজ আলীর “তামাশা”-তে (২০১৫)। এর আগে অয়ন মুখার্জির জনপ্রিয় “ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি” সিনেমায় তাদের স্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করেছিল। দু’জনের প্রথম একসঙ্গে কাজ ছিল “বচনা অ্যায় হাসিনো” (২০০৮), তখন তারা বাস্তব জীবনেও সম্পর্কে ছিলেন। Rukmini Moitra: মানসিক চাপে কী করেন রুক্মিণী? সোজা সাপটা যা শোনালেন পর্দার নটী বর্তমানে রণবীর কাপুর ব্যস্ত লাভ অ্যান্ড ওয়ার ছবির শুটিংয়ে, যেখানে তার সঙ্গে রয়েছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। পাশাপাশি তিনি রামায়ণ-এর কাজও করছেন। অন্যদিকে দীপিকা পাড়ুকোনকে পরবর্তী সময়ে দেখা যাবে শাহরুখ খান অভিনীত কিং–এ এবং আল্লু অর্জুনের সঙ্গে একটি নামহীন প্রজেক্টে।

ইন্ডিয়ান এক্সপ্রেস 28 Nov 2025 6:00 pm

Sonarpur: ব্ল্যাকমেইল, সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি, অপমানে গলায় দড়ি কিশোরীর

Girl hanging body found: সোনারপুর থানা এলাকায় ওই কিশোরী মামার বাড়িতে থাকত। গতকাল বাড়িতে সন্ধের দিকে কেউ ছিল না। স্কুল থেকে ফিরে বাড়িতে ফিরে একাই ছিল কিশোরী। সেইসময় এই ঘটনা ঘটে। পরে কিশোরীর মাসি বাড়িতে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

টিভি 9 বাংলা 28 Nov 2025 5:48 pm

মৃত্যুশয্যাতেও সিনেমাকে আঁকড়েছিলেন ধর্মেন্দ্র, চোখ ছিল সানির মুক্তি না পাওয়া কোন ছবিতে?

'হি ম্যান'-এর অজানা কথা ফাঁস করলেন আমির খান।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 5:48 pm

Alipurduar |ডুকপাদের উৎসবে বাড়ল স্টল

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: শুক্রবার থেকে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বক্সা পাহাড়ে শুরু হতে চলেছে ডুকপা লিভিং হেরিটেজ ফেস্টিভাল। বক্সা ফোর্ট মাঠে হতে চলেছে উৎসব। মাঠের মাঝে মূল মঞ্চ। থাকছে বিভিন্ন স্টল। উৎসবের দ্বিতীয় বর্ষে বাড়তে চলেছে স্টলের সংখ্যা। গত বছর চারটি স্টল ছিল। এবছর থাকছে ১৫-১৬টি। বক্সার সব গ্রাম এবছর স্টল দিচ্ছে। কেউ স্টলে রাখবেন বিভিন্ন […] The post Alipurduar | ডুকপাদের উৎসবে বাড়ল স্টল appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 5:46 pm

Cyclone Ditwah in Sri Lanka: ‘দিতওয়াহা’র ঝাপটায় তছনছ শ্রীলঙ্কা, মৃত ৫৬, সাহায্য নিয়ে যাচ্ছে INS Vikrant

Cyclone Ditwah in Sri Lanka: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শ্রীলঙ্কার বিপর্যয়ে শোক প্রকাশ করেছেন। সকলের সুরক্ষার প্রার্থনা করেছেন। একইসঙ্গে সবরকমের সহায়তার আশ্বাসও দিয়েছেন। ইতিমধ্যেই শুরু করা হয়েছে অপারেশন সাগরবন্ধু, যার অধীনে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পাঠানো হচ্ছে আইএনএস বিক্রান্ত।

টিভি 9 বাংলা 28 Nov 2025 5:45 pm

চা বানিয়ে পাতা ভুলেও ফেলে দেবেন না, বরং এভাবে ব্যবহার করুন

এক্ষেত্রে অনেকেই চা তৈরির পর চা পাতা ফেলে দেন। কিন্তু জানেন কি, চা তৈরির পর এই ফেলে দেওয়া চা পাতাই লাগতে পারে নানা কাজে। রোজকার ছোটখাটো অনেক সমস্যাই দূর হতে পারে এই ব্যবহার হওয়া চা পাতায়। কীভাবে ব্যবহার করবেন? জেনে নিন চটজলদি টিপস।

টিভি 9 বাংলা 28 Nov 2025 5:45 pm

HR88B8888, গাড়ির ‘ম্যাজিক’রেজিস্ট্রেশন নম্বরের মূল্য ১ কোটিরও বেশি! কেন এত দাম?

অবিশ্বাস্য মনে হলেও হরিয়ানায় নজির গড়েছে এই ঘটনা।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 5:43 pm

SIR: এখনও প্রায় ২৮ লক্ষের মতো ফর্ম আন কালেক্টড! ডিটেইল তথ্য দিল কমিশন

SIR In WB: শুক্রবার পর্যন্ত ডিজিটাইজড হয়েছে ৬ কোটি ৭৩ লক্ষ। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকার পর এটা প্রকাশিত হবে। ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, যাঁরা ফর্ম জমা দিয়েছেন, সবার নামই থাকবে খসড়া তালিকায়।

টিভি 9 বাংলা 28 Nov 2025 5:43 pm

৫ বছর আগে পালিয়েছে বউ, প্রতিনিয়ত ঠাট্টা করতেন বন্ধু! সহকর্মীর গলা কেটে ‘খুন’যুবকের

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 5:39 pm

Fraud Case |অনলাইন শেয়ার ট্রেডিংয়ে বিনিয়োগ! ২৭ লক্ষ টাকা খোয়ালেন বাংলার যুবক  

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমানঃ কথায় আছে ‘অতি লোভে তাঁতি নষ্ট’। প্রতারণার ফাঁদে পা দিয়ে অনলাইন শেয়ার ট্রেডিংয়ে লগ্নি করে সর্বস্ব খোয়ালেন বাংলার এক যুবক। মধ্যপ্রদেশে ঘাঁটি গেড়ে থেকে অনলাইন শেয়ার ট্রেডিংয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কারবার চালিয়ে যাচ্ছিল এক প্রতারণা সংস্থা। সেই প্রলোভনে পা দিয়ে সর্বশান্ত হন যুবক। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ভিনরাজ্য থেকে এক প্রতারককে […] The post Fraud Case | অনলাইন শেয়ার ট্রেডিংয়ে বিনিয়োগ! ২৭ লক্ষ টাকা খোয়ালেন বাংলার যুবক appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 5:33 pm

বিশ্বমঞ্চ কাঁপাতে প্রস্তুত ভারতীয় বংশোদ্ভূত বিস্ময়বালক! ৯ বছর বয়সেই সই ইপিএলের ক্লাবে

এমন খবরে উচ্ছ্বসিত ভারতীয় ফুটবলমহল।

সংবাদপ্রতিদিন 28 Nov 2025 5:32 pm

Sidharth Malhotra-Kiara Advani |মেয়ের ছবি প্রথম সামনে আনলেন সিড-কিয়ারা, কী নাম রাখলেন তারকা দম্পতি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের পাওয়ার কাপল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি (Sidharth Malhotra-Kiara Advani)। চলতি বছর তাঁদের পরিবারে এসেছে নতুন সদস্য। কন্যা সন্তানের মা হয়েছেন কিয়ারা। তারপর থেকেই অনুরাগীদের কৌতুহল ছিল, কবে মেয়ের ছবি সামনে আনবেন তারকা দম্পতি। নামই বা কী রাখবেন। অবশেষে শুক্রবার মেয়ের প্রথম ঝলক সামনে আনলেন তারকা দম্পতি। জানালেন মেয়ের নামও। […] The post Sidharth Malhotra-Kiara Advani | মেয়ের ছবি প্রথম সামনে আনলেন সিড-কিয়ারা, কী নাম রাখলেন তারকা দম্পতি? appeared first on Uttarbanga Sambad .

উত্তাবঙ্গসংবাদ 28 Nov 2025 5:30 pm

India GDP Growth: মন্দার ভয় উড়িয়ে ছুটছে ভারতের জিডিপি, এবার বৃদ্ধি ৮.২ শতাংশ!

Indian Economy Grew Strongly Despite of US Tariffs: ইতিমধ্যেই ভারতের উপর বিরাট একটা ট্যারিফ বসিয়েছে আমেরিকা। আর এর ফলে ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। রিজার্ভ ব্যাঙ্ক বা একাধিক বিশেষজ্ঞ মনে করেছিল ৭ শতাংশ থেকে ৭.৩ শতাংশের মধ্যে বাড়বে ভারতের জিডিপি। আর সেখানে গত ত্রৈমাসিকে বৃদ্ধির হাত দাঁড়িয়েছে ৮.২ শতাংশ।

টিভি 9 বাংলা 28 Nov 2025 5:28 pm