Virat Kohli’s Birthday |আজ কিংয়ের জন্মদিন, ৩৭-এ পা বিরাটের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ৫ নভেম্বর ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশেষ দিন। কারণ ১৯৮৮ সালে দিল্লিতে এই দিনেই যে জন্মেছিলেন বিরাট কোহলি। বুধবার ৩৭-এ পা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কিং কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অগণিত অনুরাগী। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বিরাট গড়েছেন একের পর এক রেকর্ড। দেশকে এনে দিয়েছেন বহু স্মরণীয় জয়। […] The post Virat Kohli’s Birthday | আজ কিংয়ের জন্মদিন, ৩৭-এ পা বিরাটের appeared first on Uttarbanga Sambad .
India vs Pakistan: এশিয়া কাপে চূড়ান্ত নোংরামি, পাকিস্তানকে 'অওকাত' চেনাল আইসিসি
India vs Pakistan Cricket: এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ সবসময়ই আবেগে, উত্তেজনায় ভরপুর থাকে। কিন্তু ২০২৫ সালের এশিয়া কাপ যেন সেই সীমাও পেরিয়ে গিয়েছে! ভারতীয় অধিনায়ক সুর্যকুমার যাদব ও পাকিস্তানের পেসার হারিস রউফকে নিয়ে এবার তৈরি হয়েছে বড় বিতর্ক। যার জেরে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। বড় অঙ্কের জরিমানার সঙ্গে সাসপেন্ড সম্প্রতি প্রকাশিত আইসিসি (ICC) রিপোর্ট অনুযায়ী, সূর্যকুমার যাদবকে ম্যাচ ফি-এর ৩০% (Suryakumar Yadav fined 30% of his match fee) জরিমানা করা হয়েছে। তার সঙ্গে দুইটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে পহেলগাম জঙ্গি হামলায় নিহত ভারতীয় সেনাদের প্রতি ম্যাচটি উৎসর্গ করেছেন সূর্যকুমার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) অভিযোগ করেছিল যে এটি, 'রাজনৈতিক কথাবার্তা'। যা ক্রিকেটের সঙ্গে খাপ খায় না। আর, এটা আইসিসি (ICC) কোড অব কন্ডাক্টেরও বিরোধী। আরও পড়ুন- যে মেয়েরা একসময় মাঠে জায়গাই পেত না, আজ তারাই বিশ্বচ্যাম্পিয়ন! হরমনপ্রীত-রিচাদের অবিশ্বাস্য জয়যাত্রা পাকিস্তানি পেসার হারিস রউফও ছাড় পাননি। ম্যাচ চলাকালীন তিনি 'ফলিং জেট' (falling jets) বা যুদ্ধবিমান পড়ে যাওয়ার মত ইঙ্গিত করেন। যা ভারতীয় দর্শকদের উদ্দেশে কটাক্ষ করছেন হিসেবেই দেখা হয়েছে। শুধু তাই নয়, ফাইনাল ম্যাচেও রউফ একই ধরনের কায়দা দেখিয়েছেন। তার জন্য আইসিসি তাঁকে দুই ম্যাচে সাসপেন্ড করেছে। সঙ্গে রউফের ওপর মোট ৪টি ডিমেরিট পয়েন্টও যুক্ত করেছে আইসিসি। আর, তাঁকে ম্যাচ ফি-এর ৬০ শতাংশ জরিমানা করেছে। রেহাই পাননি রউফের সতীর্থ সাহিবজাদা ফারহানও। হাফ সেঞ্চুরির পর 'গান সেলিব্রেশন' করার জন্য তাঁর ওপরও ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আরও পড়ুন- সাধে বলে 'রাজার রাজা'? এই ১০ রেকর্ডই কোহলিকে করেছে 'বিরাট' এই সব কিছু নিয়েই অভিযোগ জমা পড়েছিল। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের নেতৃত্বে অভিযোগগুলোর শুনানি হয়। সেখানে অভিযুক্ত তিন খেলোয়াড়কেই দোষী সাব্যস্ত করা হয়েছে। এরপর আইসিসি দুবাইয়ে সভার পর ম্যাচ রেফারির ধার্য করা শাস্তিতেই সিলমোহর দিয়েছে। এই তিন খেলোয়াড়ের পাশাপাশি ভারতীয় পেসার জসপ্রীত বুমরাকেও সতর্ক করা হয়েছে। কারণ, তিনি উইকেট নেওয়ার পর যেভাবে খুশি উদযাপন করেছেন, তা দেখে অনেকটা রউফের মত আচরণ বলেই মনে হয়েছে। বুমরা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নেওয়ায় তাঁকে কেবল অফিসিয়াল ওয়ার্নিং দিয়েই এবারের মত ছেড়ে দেওয়া হয়েছে। কোনও শাস্তি দেওয়া হয়নি। আরও পড়ুন- বিশ্ব কাঁপানো তারকা ক্রিকেটার, খেলেছেন ফুটবল বিশ্বকাপও! এই ৫ রেকর্ড না জানলে চরম মিস অভিযোগ উঠেছিল আরশদীপ সিংয়ের বিরুদ্ধেও। অভিযোগ ছিল, আরশদীপ মাঠে অশালীন আচরণ করেছে। তবে, সেই অভিযোগ আইসিসি খারিজ করে দিয়েছে। এই ঘটনার মধ্যে আরেকটি বিতর্কও মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই বিতর্ক আর কিছুই নয়। তা হল, জিতেও এশিয়া কাপ হাতে পায়নি টিম ইন্ডিয়া। ট্রফি না পাওয়ার পিছনে অবশ্য টিম ইন্ডিয়ারও ভূমিকা রয়েছে। সেটা হল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির হাত থেকে ভারতীয় দল ট্রফি নিতে রাজি হয়নি। এর ফলে কাপজয়ী দলকে ট্রফি ছাড়াই দেশে ফিরতে হয়েছে। আরও পড়ুন- বিশ্বজয়ী রিচা-হরমনপ্রীতরা, সৌরভের পুরনো মন্তব্যে আগুন নেটদুনিয়ায়! সেদিন ঠিক কী বলেছিলেন মহারাজ? এসব দেখে ক্রিকেটবিশ্ব প্রশ্ন তুলছে, ভারত-পাকিস্তান ম্যাচ কি আর খেলা আছে? নাকি রাজনৈতিক আর মানসিক দ্বন্দ্বের প্রতীক হয়ে গেছে? পরিস্থিত এমনই যে প্রশ্নটা নেহাত খারিজ করে দেওয়া যায় না। আর, এসব কারণেই এশিয়া কাপ ২০২৫ নিঃসন্দেহে ইতিহাসে থেকে যাবে এক বিতর্কিত অধ্যায় হিসেবে। যেখানে ক্রিকেট মাঠের বাইরেও বিতর্কের আগুন জ্বলল। আর, সেই আগুনের ছাই ছড়িয়ে পড়ল গোটা ক্রিকেট বিশ্বে।
ফোন করে প্রযোজককে গালিগালাজ, মারধরের হুমকি শাহরুখের! কী কাণ্ড ঘটান ‘কিং’ খান?
তখন বলিউডে সদ্য় পা দিয়েছেন শাহরুখ। ঠিক সেই সময়ই ফিরোজ খান একটি ছবি তৈরি করছিলেন। ফিরোজ চেয়েছিলেন সেই ছবিতে শাহরুখ অভিনয় করুক। কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ফিরোজের সেই ছবি করতে চাননি শাহরুখ। কিন্তু ফিরোজ ও তাঁর সহকারী ভসি খান একেবারে নাছোড়বান্দা।
BREAKING: কে এই রহস্যময়ী নারী? ২২ বার কীভাবে ভোট দিলেন তিনি? রাহুলের 'বিস্ফোরক' দাবিতে তোলপাড়
হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করে জানান, এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে অন্তত ২২ বার ভোট দেওয়া হয়েছে। রাহুলের অভিযোগ, ওই মডেলের ছবি সীমা, সরস্বতী, বিমলা প্রভৃতি বিভিন্ন নামে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং একাধিক কেন্দ্র থেকে ভোট পড়েছে। তোলপাড় দেশ রাহুল গান্ধীর দাবি, “এই রহস্যময়ী মহিলা হরিয়ানার বিভিন্ন ভোটকেন্দ্রে ২২ বার ভোট দিয়েছেন। কিছু বুথে একই ছবির সঙ্গে ভিন্ন ভিন্ন নাম দেখা গেছে— যেমন সীমা, সরস্বতী এবং বিমলা। আমাদের দল ১০টি বুথে একই ছবি ও আলাদা নাম দেখে বিস্মিত হয়েছে।” তিনি আরও বলেন, “এই মহিলা আসলে একজন ব্রাজিলিয়ান মডেল। তাঁর ছবিকে ব্যবহার করে জাল ভোটার আইডি তৈরি করা হয়েছে এবং সেই জাল আইডির সাহায্যে বাইশটি স্থানে ভোট দেওয়া হয়েছে।” ' ? ❓ Who is this lady? ❓ How old is she? ❓ Where is she from? She voted 22 times in Haryana, across 10 different booths in the state, using multiple names: Seema,… pic.twitter.com/3VHdBDLc14 — Congress (@INCIndia) November 5, 2025 কী অভিযোগ? রাহুলের অভিযোগ, এই ঘটনা শুধু একটি উদাহরণ। তাঁর দাবি অনুযায়ী, হরিয়ানার ভোটার তালিকায় অন্তত ২৫ লক্ষ জাল ভোটার অন্তর্ভুক্ত, যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১২ শতাংশ। তাঁর কথায়, “আমাদের কাছে প্রমাণ আছে যে হরিয়ানায় ২৫ লক্ষ জাল ভোট পড়েছে। অর্থাৎ, প্রতি আটজন ভোটারের মধ্যে একজন জাল। তবুও কংগ্রেস মাত্র ২৫,০০০ ভোটে পরাজিত হয়েছে।” রাহুল গান্ধী (rahul gandhi) আরও জানান, এই তথ্য তাঁর হাতে থাকা তথাকথিত ‘এইচ ফাইলস’ থেকে উঠে এসেছে। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন যে “পরিকল্পিতভাবে পদ্ধতিগত কারসাজির মাধ্যমে কংগ্রেসের জয়কে পরাজয়ে রূপান্তর করা হয়েছে।” এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের (election commission) পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে হরিয়ানায় ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে। তিনি দাবি করেছেন, ৫২১,০০০-এরও বেশি নকল ভোটার পাওয়া গেছে।চুরি হওয়া ২৫ লক্ষ ভোটের অর্থ হল প্রতি আটজন ভোটারের মধ্যে একজন জাল। এই কারণেই কংগ্রেস সেখানে হেরেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন বিহারের ক্ষেত্রেও এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, “আমি ভারতের তরুণদের বলছি — এটা শুধুমাত্র একটি রাজ্য বা নির্বাচন নয়, এটি ভারতের গণতন্ত্রের ভবিষ্যতের প্রশ্ন। আমরা ১০০% প্রমাণসহ বলছি, কংগ্রেসের সম্ভাব্য জয়কে পরাজয়ে পরিণত করার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছে।” রাহুল আরও বলেন, “আমাদের হাতে এমন তথ্য রয়েছে যেখানে একজন মহিলা দুটি ভোটকেন্দ্রে ২২৩ বার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া যে তিনি কতবার ভোট দিতে পেরেছেন। এটা শুধু নির্বাচনী জালিয়াতি নয়, এটা ভারতের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।” আরও পড়ুন- বাংলায় SIR-এর মাঝেই 'হাইড্রোজেন বোমা' রাহুলের, ২৫ লক্ষ ভুয়ো ভোটার? তোলপাড় ফেলা দাবি উত্তর প্রদেশের মির্জাপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা, হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত ৬ পুণ্যার্থী আপনিও কি এই রাশির জাতক? চন্দ্র গোচরে আপনার জীবনে আসতে চলেছে নতুন ভোর, আনন্দে ভরে উঠবে জীবন নিরাপদ বিনিয়োগে পান গ্যারান্টি রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমগুলির সুবিধা জানলে মাথা ঘুরে যাবে ফের একবার সুনামি বেগে কমল সোনার দাম, বিয়ের সিজনে গ্রাহকদের মুখে চওড়া হাসির ঝলক নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় অনুরাধা নক্ষত্রে সূর্যের গোচর, এই রাশির জাতকদের জীবনে এখন শুধুই সাফল্য, দূর হবে অর্থকষ্ট ধার-দেনা পারিবারিক অশান্তিতে জর্জরিত? দিক বদল করুন আয়নার, ৯৯% মানুষই জানেন না সঠিক স্থান
Calcutta High Court: কটকে বিচারাধীন এক চিট ফান্ড এজেন্টের মৃত্যু, আত্মহত্যার তত্ত্বে উঠল প্রশ্ন
Calcutta High Court: গোটা দেশে চিটফান্ড কেলেঙ্কারি একদশক আগে সামনে এলেও এই প্রথম কোন আদালত কোন এজেন্টকে সাজা দিল বলে মনে করছেন আইনজীবীরা। আর প্রতিবেশী রাজ্যে এক এজেন্টের চিটফান্ড কাণ্ডে সাজার ঘোষণায় আরও আতঙ্ক ছড়িয়েছে এ রাজ্য।
সোনার ব্যাটে রিচাকে স্বাগত জানাবে সিএবি, ঘরের মেয়েকে বরণ করতে প্রস্তুত শিলিগুড়ি
বিমানবন্দর থেকে রিচার বাড়ি পর্যন্ত তাঁকে হুডখোলা জিপে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
দৈনিক ২ কোটি ইউজার মুগ্ধ ফেসবুক ডেটিংয়ে! এদেশে এখনও এল না কেন?
৫২টি দেশে জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক ডেটিং।
Rahul Gandhi |হরিয়ানায় ব্রাজিলিয়ান মডেল ভোট দিয়েছে ২২ বার! ‘ভোটচুরি’প্রসঙ্গে বিস্ফোরক রাহুল গান্ধি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মমতা-অভিষেকের পর এবার রাহুল গান্ধির নিশানায় নির্বাচন কমিশন। বুধবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠক থেকে ‘ভোটচুরি’ প্রসঙ্গে কার্যত বোমা ফাটালেন রাহুল (Rahul Gandhi)। তিনি দাবি করেন, ২০২৪ সালে (Haryana Voter List) হরিয়ানা বিধানসভা নির্বাচনে এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে ২২ বার ভোট দেওয়া হয়েছে। তাও আবার ভিন্ন নামে! কখনও সীমা, কখনও […] The post Rahul Gandhi | হরিয়ানায় ব্রাজিলিয়ান মডেল ভোট দিয়েছে ২২ বার! ‘ভোটচুরি’ প্রসঙ্গে বিস্ফোরক রাহুল গান্ধি appeared first on Uttarbanga Sambad .
SIR-এর প্রতিবাদে ঠাকুরবাড়ির সামনে আমরণ অনশনে মতুয়াদের একাংশ, ভারচুয়ালি সূচনা করলেন মমতাবালা
অনশনকারী মতুয়াদের দাবি, নিঃশর্ত নাগরিকত্ব।
BREAKING NEWS: বড় দুর্ঘটনা, হাওড়া-কালকা মেলের ধাক্কায় মৃত্যুমিছিল, রেললাইনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ক্ষত-বিক্ষত দেহ। উত্তরপ্রদেশের মির্জাপুরে বুধবার সকালে ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত ছয় জন পুণ্যার্থীর। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে মির্জাপুরের চুনার রেলওয়ে স্টেশনের কাছে মরমান এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার সকালে কার্তিক পূর্ণিমা উপলক্ষে ওই পুণ্যার্থীরা গঙ্গাস্নান শেষে লাইন ধরে হাঁটছিলেন। বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুর জেলার চুনার রেলওয়ে স্টেশনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হাওড়া থেকে কালকাগামী কালকা মেলের ধাক্কায় মৃত্যু হল ছয় তীর্থযাত্রীর। আহত হয়েছে আরও একাধিক ব্যক্তি। সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটে এই মর্মান্তিক ঘটনা, যার ফলে স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা। রেল সূত্রে জানা গেছে, সোনভদ্র থেকে প্যাসেঞ্জার ট্রেন (প্রয়াগরাজ–বারওয়াদিহ প্যাসেঞ্জার) চুনার স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। ওই ট্রেনে থাকা তীর্থযাত্রীরা কার্তিক পূর্ণিমার গঙ্গাস্নানের উদ্দেশ্যে চুনারে নামেন। প্ল্যাটফর্ম থেকে নামার পর তাঁরা ৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় দ্রুতগতিতে এসে পড়ে হাওড়া–কালকা মেল এবং কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন তীর্থযাত্রীকে সজোরে ধাক্কা মারে দ্রুত গতিত ট্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে দেহের অংশগুলি রেললাইনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খবর পেয়ে জিআরপি ও আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহাবশেষ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠান। রেল কর্মকর্তাদের মতে, কালকা মেলের চুনারে কোনও স্টপেজ ছিল না। ফলে ট্রেনটি ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার গতিতে স্টেশন অতিক্রম করছিল। রেললাইন পার হওয়া তীর্থযাত্রীরা ট্রেনের গতি অনুমান করতে না পেরে দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনার পরই রেলওয়ে পুলিশ (RPF) ও GRP টিম তৎপর হয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং প্রয়োজনে এসডিআরএফ ও এনডিআরএফ দল মোতায়েন থাকবে। এদিকে, রেলওয়ে ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা সকলেই সোনভদ্র ও আশেপাশের এলাকার বাসিন্দা । আরও পড়ুন- বাংলায় SIR-এর মাঝেই 'হাইড্রোজেন বোমা' রাহুলের, ২৫ লক্ষ ভুয়ো ভোটার? তোলপাড় ফেলা দাবি আপনিও কি এই রাশির জাতক? চন্দ্র গোচরে আপনার জীবনে আসতে চলেছে নতুন ভোর, আনন্দে ভরে উঠবে জীবন নিরাপদ বিনিয়োগে পান গ্যারান্টি রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমগুলির সুবিধা জানলে মাথা ঘুরে যাবে ফের একবার সুনামি বেগে কমল সোনার দাম, বিয়ের সিজনে গ্রাহকদের মুখে চওড়া হাসির ঝলক নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় অনুরাধা নক্ষত্রে সূর্যের গোচর, এই রাশির জাতকদের জীবনে এখন শুধুই সাফল্য, দূর হবে অর্থকষ্ট ধার-দেনা পারিবারিক অশান্তিতে জর্জরিত? দিক বদল করুন আয়নার, ৯৯% মানুষই জানেন না সঠিক স্থান
Bhangar: শ্বশুরবাড়িতে থাকেন, ‘নেই কাগজ’! ভাঙড়ে যুবকের মৃত্যুতে ফের SIR আতঙ্কের তত্ত্ব
Bhangar Suicide: সফিকূলের স্ত্রী বলেন, খালি আমাকে বলত, আমার কাছে তো কোনও কাগজপত্র নেই। আমাকে তো এখান থেকে বার করে দেবে। এই সমস্ত কথা দুদিন ধরে বলছিল। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। বুধবার সকালে তাঁর স্ত্রী ও ছেলে কাজে বেরিয়ে যান। সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Weather Update |নামছে তাপমাত্রার পারদ, বঙ্গে জাঁকিয়ে শীত কবে থেকে? জেনে নিন ওয়েদার আপডেট…
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রমশ নামছে তাপমাত্রার পারদ। তবে ছন্দ পতন ঘটতে পারে ঠান্ডার আমেজে। কারণ বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যা বুধবারের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া (Weather Update) নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে ক্রমশ বাংলাদেশের দিকে অগ্রসর হবে। […] The post Weather Update | নামছে তাপমাত্রার পারদ, বঙ্গে জাঁকিয়ে শীত কবে থেকে? জেনে নিন ওয়েদার আপডেট… appeared first on Uttarbanga Sambad .
আমিরের নায়িকা হওয়ার প্রস্তাব কেন রাতারাতি ফেরান ঐশ্বর্য?
পরিচালক ধর্মেশ দর্শনও এক সাক্ষাৎকারে বলেন, “ঐশ্বর্য ছিলেন আমার প্রথম পছন্দ। কিন্তু মিস ওয়ার্ল্ডের দায়িত্বের কারণে তিনি সময় দিতে পারেননি। ফলে আমি করিশ্মাকে নিয়েছিলাম।” শেষ পর্যন্ত ঐশ্বর্য তামিল পরিচালক মণি রত্নমের ইরুভর ছবির মাধ্যমে অভিনয়ে সিনে দুনিয়ায় আত্মপ্রকাশ করেন।
BSF-Police clash: নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত ঘিরে রণক্ষেত্র চাপড়া! BSF-পুলিশ সংঘর্ষে আহত ৪
Chapra border violence: নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল বাজেয়াপ্ত কে করবে? বিএসএফ নাকি পুলিশ, এ নিয়ে দুই পক্ষের গন্ডগোলে কমপক্ষে ৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাদের স্থানীয় চাপড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সীমান্তবর্তী চাপড়া এলাকার এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অতিরিক্ত পুলিশ মিত কুমার, সিএসপি শিল্পী পাল সহ পুলিশের আধিকারিকরা। এই ঘটনায় একজন বিএসএফ কর্মীকে আটক করে চাপড়া থানার পুলিশ।মঙ্গলবার রাতে চাপড়া থানার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের উপর সীমানগর এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরে রাতে এ নিয়ে পুলিশ ও বিএসএফের মধ্যে আলোচনা হয়। আরও পড়ুন- West Bengal News Live Updates: উত্তর প্রদেশের মির্জাপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা, হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত ৬ পুণ্যার্থী স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রীবোঝাই বাসে নিষিদ্ধ কাশি সিরাপ আসছিল। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ এই দলটির পিছু নেয়। সীমানগরে বিএসএফের ক্যাম্প লাগোয়া ওই বাসটিকে পুলিশ দাঁড় করায়। ওই বাস থেকে নিষিদ্ধ কাশি সিরাপ নামানো হয়। খবর পেয়ে বিএসএফ কর্মীরা এসে এই নিষিদ্ধ ফেনসিডিল বাজেয়াপ্ত করার চেষ্টা করে। অভিযোগ এই সময় পুলিশকর্মীরা বাধা দিতে গেলে বিএসএফের সঙ্গে তাদের বচসা বেধে যায়, এমনকী পুলিশকর্মীদের বিএসএফ ব্যাপক মারধরও করে। আরও পড়ুন- MGNREGA: তিন বছর পর গ্রামে ফিরছে রোজগার, বিশেষ শর্তে বাংলায় ফের শুরু হতে পারে ১০০ দিনের কাজ সঙ্গে সঙ্গে গোটা এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। আহত পুলিশকর্মীদের উদ্ধার করে চাপড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহত পুলিশকর্মীদের মধ্যে এক জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানাগিয়েছে। তবে SIR শুরুর আবহে মধ্যে সীমান্ত এলাকায় এভাবে কেন্দ্র ও রাজ্যে দুই সশস্ত্র বাহিনীর মধ্যে এধরনের যুদ্ধংদেহী মনোভাব নিশ্চিতভাবেই উদ্বেগজনক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আরও পড়ুন- বাংলায় SIR-এর মাঝেই 'হাইড্রোজেন বোমা' রাহুলের, ২৫ লক্ষ ভুয়ো ভোটার? তোলপাড় ফেলা দাবি
Zohran Mamdani: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মামদানি রাতারাতি দলে জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর প্রার্থী হওয়ার পর জোর বিতর্কও হয়।তবে মামদানি তাঁর প্রচারে বরাবর জোর দিয়েছেন যে নিউ ইয়র্ক শহরকে যেন আরও সহজলভ্য ও বাসযোগ্য় করে তোলা নিয়ে।
জুনিয়রদের ব়্যাগিং, মারধরের অভিযোগে বিদ্ধ বাংলাদেশ মহিলা দলের ক্যাপ্টেন, বিশ্বজুড়ে নিন্দার ঝড়
পালটা দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানাও।
SIR | SIR আতঙ্কে আত্মঘাতী ভাঙড়ের যুবক, ঘটনাস্থলে যাচ্ছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ! বুধবার সকালে সফিকুল গাজি নামে এক যুবকের মৃত্যুর খবর সামনে আসে। জানা গেছে, ভাঙড়ের এই যুবক বেশ কিছু দিন ধরে এসআইআর আতঙ্কে ভুগছিলেন। সেই আতঙ্ক থেকেই তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। যাচ্ছেন তৃণমূল […] The post SIR | SIR আতঙ্কে আত্মঘাতী ভাঙড়ের যুবক, ঘটনাস্থলে যাচ্ছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা appeared first on Uttarbanga Sambad .
আপনার বয়স্ক মা-বাবা অজান্তেই করছেন শরীরের ৫ মারাত্মক ক্ষতি! এখনই সতর্ক হোন
সামান্য ভুলেও হার্ট বা লিভারের ক্ষতি হতে পারে।
বাংলায় SIR-এর মাঝেই 'হাইড্রোজেন বোমা' রাহুলের, ২৫ লক্ষ ভুয়ো ভোটার? তোলপাড় ফেলা দাবি
মাত্র ২৪ ঘন্টা বাকি বিহারের প্রথম দফার নির্বাচনের। তার আগে ভোট চুরির ইস্যুতে রাহুল গান্ধীর (rahul gandhi) 'হাইড্রোজেন বোমা'। একেবারে ২৫ লাখের বেশি ভোট চুরির অভিযোগে তোলপাড় দেশ। রাহুল গান্ধীর দাবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, ৯০টি বিধানসভা আসনের মধ্যে বর্তমানে হাইকোর্টে মাত্র ২২টি আসনের আবেদন বিচারাধীন রয়েছে। কংগ্রেসের পোলিং এজেন্টরা ভোটকেন্দ্রে কী করেছেন? তা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন (election commission) । ভোট চুরি ইস্যুতে হাইড্রোজেন বোমা ফাটালেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হরিয়ানায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির গুরুতর অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ এবং নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ নিয়ে কী জানালো কমিশন? বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি সংবাদ সম্মেলন করে হরিয়ানায় ভোট চুরির বিষয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ সামনে এনেছেন। নির্বাচন কমিশন এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সূত্রের খবর, কমিশন প্রশ্ন তুলেছে, কেন কংগ্রেস সেই সময়ে আপত্তি তোলেনি এবং কেন একই সঙ্গে ভোটার তালিকার বিরুদ্ধে আপিল করা হয়নি। নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী, ৯০টি বিধানসভা আসনের মধ্যে হাইকোর্টে বর্তমানে মাত্র ২২টি আবেদন বিচারাধীন। কংগ্রেস পোলিং এজেন্টরা ভোটকেন্দ্রে কী করেছেন ভোটের সময় তা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন। রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে হরিয়ানায় নির্বাচন নয় বরং কমিশন ভোট চুরি করেছে। রাহুল দাবি করেছেন যে তিনি যে সমস্ত তথ্য থেকে এই দাবি করছেন সেগুলি সরাসরি নির্বাচন কমিশনের কাছ থেকেই পেয়েছেন। রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে হরিয়ানায় ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে। তিনি দাবি করেছেন, ৫২১,০০০-এরও বেশি নকল ভোটার পাওয়া গেছে।চুরি হওয়া ২৫ লক্ষ ভোটের অর্থ হল প্রতি আটজন ভোটারের মধ্যে একজন জাল। এই কারণেই কংগ্রেস সেখানে হেরেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন বিহারের ক্ষেত্রেও এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, “আমি ভারতের তরুণদের বলছি — এটা শুধুমাত্র একটি রাজ্য বা নির্বাচন নয়, এটি ভারতের গণতন্ত্রের ভবিষ্যতের প্রশ্ন। আমরা ১০০% প্রমাণসহ বলছি, কংগ্রেসের সম্ভাব্য জয়কে পরাজয়ে পরিণত করার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছে।” রাহুল আরও বলেন, “আমাদের হাতে এমন তথ্য রয়েছে যেখানে একজন মহিলা দুটি ভোটকেন্দ্রে ২২৩ বার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া যে তিনি কতবার ভোট দিতে পেরেছেন। এটা শুধু নির্বাচনী জালিয়াতি নয়, এটা ভারতের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।” আরও পড়ুন- উত্তর প্রদেশের মির্জাপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা, হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত ৬ পুণ্যার্থী আপনিও কি এই রাশির জাতক? চন্দ্র গোচরে আপনার জীবনে আসতে চলেছে নতুন ভোর, আনন্দে ভরে উঠবে জীবন নিরাপদ বিনিয়োগে পান গ্যারান্টি রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমগুলির সুবিধা জানলে মাথা ঘুরে যাবে ফের একবার সুনামি বেগে কমল সোনার দাম, বিয়ের সিজনে গ্রাহকদের মুখে চওড়া হাসির ঝলক নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় অনুরাধা নক্ষত্রে সূর্যের গোচর, এই রাশির জাতকদের জীবনে এখন শুধুই সাফল্য, দূর হবে অর্থকষ্ট ধার-দেনা পারিবারিক অশান্তিতে জর্জরিত? দিক বদল করুন আয়নার, ৯৯% মানুষই জানেন না সঠিক স্থান
Salman Khan: সলমনের বিরুদ্ধে মামলা! বিরাট ফাঁসলেন বলিউডের ভাইজান
Salman Khan-Bollywood: পান মশলার বিজ্ঞাপনে মুখ দেখানোকে কেন্দ্র করে, আইনি জটিলতায় পড়লেন বলিউড সুপারস্টার সলমন খান। এএনআই সূত্রে জানা গেছে, বিজেপি নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি, কোটা ভোক্তা আদালতে অভিযোগ দায়ের করেছেন। যেখানে দাবি করা হয়েছে যে সলমন এমন একটি মাউথ ফ্রেশনার ব্র্যান্ডকে সমর্থন করছেন, যা অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে ক্রেতাদের বিভ্রান্ত করছে। আদালত ইতিমধ্যেই সলমন খান এবং সংশ্লিষ্ট পান মশলা প্রস্তুতকারী সংস্থাকে নোটিশ পাঠিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৭ নভেম্বর। যদিও ভাইজান একা নন। এর আগেও অক্ষয় কুমার, শাহরুখ খান-পানমশলার বিজ্ঞাপন করে বেজায় ফেঁসেছেন। অভিনয়ের মাঝেই থেমে গেল জীবন! আকস্মিক মৃত্যু অভিনেতার ইন্দর মোহনের অভিযোগ, সলমন দেশের কোটি মানুষের আইকন। অথচ তিনি এমন একটি ব্র্যান্ডের প্রচারে যুক্ত যা তরুণদের কাছে ভুল বার্তা দিচ্ছে। তাঁর দাবি, “বিদেশি তারকারা ঠান্ডা পানীয় পর্যন্ত প্রচার করেন না, আর এখানে বলিউড তারকারা তামাক ও পান মশলার প্রচার করছেন। পান মশলা মুখের ক্যান্সারের অন্যতম কারণ। এমন প্রচার বন্ধ হওয়া উচিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, বিজ্ঞাপনে দাবি করা হচ্ছে জাফরান ও এলাচ ব্যবহার করা হয়েছে। কিন্তু বাস্তবে ৫ টাকার পণ্যে, প্রতি কেজি প্রায় ৪ লক্ষ টাকার জাফরান থাকা সম্ভব নয়। যদিও সালমানকে কেবলমাত্র এলাচ যুক্ত পণ্যের বিজ্ঞাপনেই দেখা গেছে, পান মশলার বিজ্ঞাপনে নয়। Virat Kohli Birthday: বিরাটের এই গুণেই মুগ্ধ অনুস্কা, জানেন সেটা কী? এদিকে, বর্তমানে সালমান খান বিগ বস ১৯ সঞ্চালনা করছেন এবং একই সঙ্গে “ব্যাটল অফ গালওয়ান”-এর শুটিংয়েও ব্যস্ত। সম্প্রতি তাঁর ফিটনেস নিয়ে সমালোচনার পর নতুন ছবি শেয়ার করে তিনি সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এসেছেন।
Thakurbari: ঠাকুরবাড়িতে আরও চওড়া ফাটল! আমরণ অনশনে বসলেন মমতাবালা ঠাকুর
Thakurbari: এদিকে, এই এসআইআর আবহে আরও চওড়া হয়েছে মতুয়া বাড়ির ফাটল। মতুয়া ঠাকুরবাড়িতে মতুয়া মহাসঙ্ঘের তৃতীয় সমান্তরাল কমিটি গঠন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের। একই সংগঠনের নামে নতুন কমিটি গঠন। উপদেষ্টা মণ্ডলীর তালিকায় আবার চমক দিয়েছেন সুব্রত।
সলমনের বিরুদ্ধে পুলিশে গেলেন বিজেপি নেতা! কী এমন করেছেন ভাইজান?
কিন্তু বলিউডের দাবাং খান বলে কথা। এত সহজে কি আর ভেঙে পড়বেন? নাহ সেটা হয়নি। বরং জিম করে, পেশি ফুলিয়ে সলমন যেন ফের বলিউডের সবচেয়ে হট নায়ক। ঠিক এই সময়ই সলমনের বিরুদ্ধে রুষ্ট হলেন বিজেপি নেতা ও রাজস্থান হাই কোর্টের আইনজীবী ইন্দরমোহন সিং হানি। আর শুধু রুষ্টই নয়, সোজা ঠুকলেন মামলা।
Indonesia Earthquake: প্রবল কম্পনে সাতসকালেই কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শক্তিশালী ভূমিকম্পে ছড়ালো চরম আতঙ্ক। প্রান বাঁচাতে রীতিমত ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষজন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। যদিও কম্পনের পরই সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে তবে পরবর্তীতে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। প্রবল কম্পনে চরম আতঙ্ক ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে বুধবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২। দেশের আবহাওয়া, জলবায়ু সংস্থা (BMKG) ভূমিকম্পের ঘটনা নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সুনামির কোনও সতর্কতাও জারি করা হয়নি, যার ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি সুলাওয়েসি দ্বীপের উত্তর উপকূলে রেকর্ড করা হয়েছে। এটি সাম্প্রতিক সপ্তাহগুলিতে এই অঞ্চলে দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প। যদিও কম্পনের তীব্রতা যথেষ্ট ছিল। গত সপ্তাহেও ইন্দোনেশিয়ার বান্দা সাগরে ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, যার কেন্দ্র ছিল মালুকু দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১৩৭ কিলোমিটার গভীরে। সেদিনও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ইন্দোনেশিয়াকে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে ধরা হয়। বিশাল এই দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরের আগুনের বলয় বা Ring of Fire-এ অবস্থিত। এই অঞ্চলটি এমন একটি ভূতাত্ত্বিক এলাকা, যেখানে পৃথিবীর প্রায় ৯০ শতাংশ ভূমিকম্প এবং ৭৫ শতাংশ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। রিং অফ ফায়ার ইন্দোনেশিয়া ইন্দো-অস্ট্রেলিয়ান, ইউরেশিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় — এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যার ক্রমাগত সংঘর্ষ ও গতিশীলতার কারণে এখানে প্রায়ই ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়ার প্রায় ২৭ কোটিরও বেশি মানুষ দ্বীপপুঞ্জ ও উপকূলীয় অঞ্চলে বাস করেন। ফলে ভূমিকম্প বা সুনামির ঝুঁকি এখানে সবসময়ই বেশি। ২০০৪ সালে ভারত মহাসাগরে সংঘটিত বিধ্বংসী সুনামির কথাই তার সবচেয়ে ভয়াবহ উদাহরণ, সেই ভূমিকম্পে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ইন্দোনেশিয়া শুধু ভূমিকম্প নয়, আগ্নেয়গিরির দেশ হিসেবেও পরিচিত। এখানে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। প্রতি বছর হাজার হাজার ছোট-বড় ভূমিকম্প ইন্দোনেশিয়ায় রেকর্ড করা হয়, যার অনেকগুলি এতই মৃদু যে সাধারণ মানুষ তা অনুভবই করতে পারেন না। তবে মাঝে মধ্যে বড় ভূমিকম্প প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ডেকে আনে, যা দেশটির জন্য উদ্বেগের কারণ। আরও পড়ুন- আপনিও কি এই রাশির জাতক? চন্দ্র গোচরে আপনার জীবনে আসতে চলেছে নতুন ভোর, আনন্দে ভরে উঠবে জীবন নিরাপদ বিনিয়োগে পান গ্যারান্টি রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমগুলির সুবিধা জানলে মাথা ঘুরে যাবে ফের একবার সুনামি বেগে কমল সোনার দাম, বিয়ের সিজনে গ্রাহকদের মুখে চওড়া হাসির ঝলক নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় অনুরাধা নক্ষত্রে সূর্যের গোচর, এই রাশির জাতকদের জীবনে এখন শুধুই সাফল্য, দূর হবে অর্থকষ্ট ধার-দেনা পারিবারিক অশান্তিতে জর্জরিত? দিক বদল করুন আয়নার, ৯৯% মানুষই জানেন না সঠিক স্থান
হরমনদের বিশ্বজয়ে আবেগতাড়িত নন শান্তা, ‘সমবেতন-অধিক টেস্টে আসবে প্রকৃত উন্নতি’
এদেশের মহিলা ক্রিকেটের প্রথম অধিনায়কের মতে, সমানাধিকারের লক্ষ্যে এখনও অনেকটা পথ যেতে হবে।
নিউ ইয়র্কের কনিষ্ঠতম মেয়র মামদানি, ছেলেকে আবেগঘন শুভেচ্ছা পরিচালক মীরা নায়ারের
নিউ ইয়র্কের গত ১০০ বছরের ইতিহাসে মামদানিই হবেন কনিষ্ঠতম মেয়র।
Abhishek Banerjee: একের পর এক পুশআপ, অভিষেককে দেখুন শুধু এই ভিডিয়োয়
আর মঙ্গলবার অভিষেককে দেখা গেল পুশআপ করতে। শুধু পুশআপ করলেন না সবাইকে ছাপিয়ে চলে গেলেন। একের পর এক পুশআপ অভিষেকের। বোঝালেন রাজনীতির ময়দানের পাশাপাশি কতটা শরীরচর্চায় সচ্ছল তিনি। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিয়ো...
ব্রাজিলের মডেল হরিয়ানার ভোটার! ভোটচুরির অভিযোগে ‘হাইড্রোজেন বোমা’ ফাটালেন রাহুল
কী কী অভিযোগ করলেন রাহুল?
ICC Women’s World Cup 2025: ভারতের মেয়েরা বিশ্বকাপ জিতেছে — এই জয় শুধু মাঠে নয়, সমাজের মানসিকতাতেও নতুন ইতিহাস গড়ল। যাঁরা আজ বিশ্বচ্যাম্পিয়ন, তাঁদের বড় হওয়ার সময়টা একেবারেই সহজ ছিল না। ছোটবেলায় অনেকেই ছিলেন মাঠে একমাত্র মেয়ে, যাকে ছেলেরা ‘শেষে ব্যাট করার সুযোগ’ দিত। কেবল বৈষম্যই নয়, তখন ছিল অবুঝ ভয় — “মেয়েটিকে যদি আঘাত লাগে?” তাই ছেলেরা ইচ্ছে করেই জোরে বল করত না, কোচরাও জানতেন না কীভাবে মেয়েদের প্রশিক্ষণ দিতে হয়। মহারাষ্ট্রের মহিলা ক্রিকেট দল রবিবারই প্রথমবারের মতো সিনিয়র মহিলা টি-২০ ট্রফি জিতেছে। ফাইনালে মধ্যপ্রদেশকে ১২ রানে হারিয়ে ট্রফি জেতে দলটি। সেই দিনই ভারতের মহিলা দল বিশ্বকাপ জয় করে — দ্বিগুণ উৎসব মহারাষ্ট্রে।মহারাষ্ট্রের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বললেন, “এই জয় শুধু সেই ১৫ জনের নয় যারা মাঠে লড়েছে, বরং দেশের প্রতিটি মেয়ের স্বপ্নের জয়।” মহারাষ্ট্রে বদলে যাচ্ছে মহিলা ক্রিকেটের চেহারা: ১২–১৩ বছর আগে যখন তিনি মহারাষ্ট্রের হয়ে খেলতে শুরু করেন, তখন রাজ্যে কোনও আন্তঃজেলা প্রতিযোগিতা ছিল না। এখন নিয়মিতই নতুন প্রতিভা উঠে আসছে — শুধু পুনে নয়, কোহলাপুর, নাসিক, ঔরঙ্গাবাদ থেকেও। যে ক্লাব একসময় শুধুমাত্র রঞ্জি খেলোয়াড় তৈরি করত, এখন সেখান থেকেই উঠে আসছে মহিলা ক্রিকেটাররা। আরও পড়ুন- Virat Kohli Birthday: সাধে বলে 'রাজার রাজা'? এই ১০ রেকর্ডই কোহলিকে করেছে 'বিরাট' আগে বড় টুর্নামেন্টের আগে দুই-তিন দিনের ক্যাম্প হতো। এখন দু’মাসব্যাপী ক্যাম্প চলে — ফিটনেস, ফিল্ডিং, পুষ্টি ও মানসিক প্রস্তুতির উপর জোর দেওয়া হয়। প্রতিটি রাজ্য সংস্থার এখন মহিলা দলে ট্রেনার, ফিজিও, নিউট্রিশনিস্ট এবং প্রয়োজনে চিকিৎসকও রয়েছেন। বৃষ্টির দিনে ইন্ডোর নেটের ব্যবস্থা করে দেয় সংস্থা।এক সময় যা ছিল কল্পনার বাইরে। পরিবর্তনের হাওয়া ও নতুন প্রেরণা: মহারাষ্ট্রে এখন নিজস্ব মহিলা টি-২০ লিগ হয় এবং সেই ম্যাচগুলো সরাসরি সম্প্রচারিত হয়। ফলে খেলোয়াড়রা নজরে আসার সুযোগ পান। রাজ্য ক্রিকেট সংস্থা বিজয়ী দলের ৪০ লক্ষ টাকা পুরস্কারের সমান অঙ্ক অতিরিক্ত প্রণোদনা হিসেবে ঘোষণা করেছে— ভারতের বিশ্বজয়ের আগের দিনই।এই জয় শুধু ট্রফি নয়, মনোভাবের জয়ও। দেশের ছোট ছোট গ্রাম থেকে মেয়েরা এখন বিশ্বাস করছে, তারাও একদিন ভারতের জার্সি গায়ে মাঠে নামতে পারবে। আরও পড়ুন- Top 5 Records Ellyse Perry: বিশ্ব কাঁপানো তারকা ক্রিকেটার, খেলেছেন ফুটবল বিশ্বকাপও! এই ৫ রেকর্ড না জানলে চরম মিস “আমরা ছোট শহর থেকে উঠে এসেছি — স্মৃতি মন্ধানা এসেছে সাংলি থেকে, আমি কোহলাপুরের। ২০০৪-০৫ সালে কোনও সুযোগ-সুবিধা ছিল না, কিন্তু পরিবারের সহযোগিতা ছিল বিপুল। এখন মেয়েরা সেই অনুপ্রেরণাতেই বড় হচ্ছে,” বলেন প্রাক্তন ক্রিকেটার। চ্যালেঞ্জ, সংগ্রাম ও স্বপ্ন: শুরুর দিনগুলো ছিল কঠিন — ছেলেদের সঙ্গে খেলতে যেতেন একমাত্র মেয়ে হিসেবে। শুনতে হতো, “মেয়েরা ক্রিকেট খেলে না, এটা তোমার কেরিয়ার হতে পারে না।” কিন্তু ক্রিকেট তাঁর রক্তে ছিল। বাবা, কাকা, মামা — সকলে ছিলেন স্থানীয় ক্লাব ক্রিকেটার। আর্থিক অসুবিধা সত্ত্বেও তাঁরা মেয়েটির স্বপ্নে জ্বালিয়েছিলেন আলো। আরও পড়ুন- Sourav Ganguly Controversy: বিশ্বজয়ী রিচা-হরমনপ্রীতরা, সৌরভের পুরনো মন্তব্যে আগুন নেটদুনিয়ায়! সেদিন ঠিক কী বলেছিলেন মহারাজ? তখন ছিল না সোশ্যাল মিডিয়া, না ছিল প্রচারের আলো। তিনি ও স্মৃতি মন্ধানা মিলে যেতেন মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের অনুশীলন দেখতে। তাঁদের ট্রেনিং পদ্ধতি নকল করেই শুরু করেছিলেন নিজের প্রস্তুতি। “এখন প্রত্যেক ক্রিকেটার জানে, সফল হতে গেলে ফিটনেস ও পুষ্টির দিকে মনোযোগ দিতে হবে। খেলাগুলোর সংখ্যা যেমন বেড়েছে, তেমনই শক্তিও বাড়াতে হবে। তাহলেই আসবে আরও অনেক জয়,”— আত্মবিশ্বাসী মন্তব্য তাঁর।
ঈশ্বরের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে বলেছেন রাহুল গান্ধী? ছড়াল সম্পাদিত ভিডিও
বুম যাচাই করে দেখে আসল ভিডিওতে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে যমুনা নদী বিতর্কের কথা উল্লেখ করছিলেন।
খড়িবাড়ি: খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে (Kharibari Rural Hospital) জন্মমৃত্যু শংসাপত্র জালিয়াতিকাণ্ডে (Birth and death certificate fraud case) এবার গ্রেপ্তার হল শিলিগুড়ির এক মহিলা এজেন্ট। এই নিয়ে জালিয়াতিকাণ্ডে গ্রেপ্তার (Arrest) ৫। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম নীলিমা রায়। সে শিলিগুড়ির অরবিন্দপল্লীর বাসিন্দা। জালিয়াতি চক্রের এজেন্ট হিসেবে কাজ করত সে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, খড়িবাড়ি গ্রামীণ […] The post Kharibari Rural Hospital | জন্মমৃত্যু শংসাপত্র জালিয়াতিকাণ্ডে গ্রেপ্তার শিলিগুড়ির মহিলা এজেন্ট, ধৃত বেড়ে ৫ appeared first on Uttarbanga Sambad .
যদি নাম বাদ যায়! ‘SIR-NRC আতঙ্কে’এবার ‘আত্মঘাতী’ভাঙড়ের যুবক
ঘটনাস্থলে যাচ্ছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
ChatGPT Go Free Offer: ভারতীয় ইউজারদের জন্য সুখবর! বিরাট অফার ChatGPT Go-র
ChatGPT Go Free Offer: ভারতের প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর। জনপ্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্ল্যাটফর্ম OpenAI ঘোষণা করেছে যে, ভারতীয় ইউজাররা এখন পুরো এক বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Go ব্যবহার করতে পারবেন। এই অফার কার্যকর হয়েছে ৪ নভেম্বর ২০২৫ থেকে। অর্থাৎ, ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত আপনি একদম ফ্রি তে উপভোগ করতে পারবেন ChatGPT Go-এর সব উন্নত ফিচার। ChatGPT Go কী? অনেকে হয়তো এখনও জানেন না ঠিক কী এই ChatGPT Go। সহজভাবে বললে, এটি OpenAI-এর একটি সাবস্ক্রিপশন প্ল্যান, যা আগে ChatGPT Plus-এর অধীনে চালু হয়েছিল। এই প্ল্যানে ব্যবহারকারীরা পেতেন দ্রুত প্রতিক্রিয়া, উন্নত মডেল (GPT-5), ছবি তৈরি, ফাইল আপলোড, মেমোরি ফিচার-সহ আরও অনেক সুবিধা। ভারতে চালুর সময় এর দাম ছিল মাসে ৩৯৯ টাকা। তবে এখন সেই প্ল্যানই পুরো একবছরের জন্য ফ্রি করে দিয়েছে OpenAI। কেন ফ্রি করা হল এই পরিষেবা? OpenAI জানিয়েছে, ভারতের মত বিশাল ও দ্রুত বাড়তে থাকা বাজারে AI ব্যবহার আরও সহজলভ্য করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের মতে, ভারতের শিক্ষার্থী, ছোট ব্যবসায়ী, কনটেন্ট ক্রিয়েটর এবং পেশাদারদের জন্য AI টুলকে সহজে ব্যবহারযোগ্য করা এখন সময়ের দাবি। এই অফারের মাধ্যমে OpenAI আশা করছে আরও বেশি মানুষ AI প্রযুক্তির সুবিধা নিতে পারবেন এবং তাদের প্রতিদিনের কাজে উৎপাদনশীলতা বাড়বে। ChatGPT Go ফ্রি সাবস্ক্রিপশন কীভাবে অ্যাক্টিভ করবেন যারা এই অফারটি নিতে চান, তারা নীচের ধাপগুলো অনুসরণ করলেই একদম সহজে ChatGPT Go অ্যাক্টিভ করতে পারবেন— ChatGPT অ্যাপ খুলুন (অ্যান্ড্রয়েড বা iOS যে কোনওটি) অথবা ওয়েবসাইটে যান chat.openai.com-এ। আপনার OpenAI অ্যাকাউন্টে লগইন করুন বা নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। Settings → Upgrade → ChatGPT Go অপশন নির্বাচন করুন। অফারটি স্বয়ংক্রিয়ভাবে 'Free for 12 months' হিসেবে দেখা যাবে। একবার অ্যাক্টিভ হলে আপনার অ্যাকাউন্টে ChatGPT Go ফিচার চালু হয়ে যাবে। আরও পড়ুন- আরও কমল খাটনি! এবার নোট লিখবে AI, বহুভাষায় ভয়েস সার্চ, অনুবাদ এখন জলভাত! অ্যাক্টিভেশন সফল হলে একবছরের জন্য কোনও অর্থ কাটা হবে না। তবে একবছর পরে যদি আপনি এই সাবস্ক্রিপশন চালু রাখতে চান, তখন নির্ধারিত মূল্য (প্রতিমাসে ৩৯৯ টাকা) প্রযোজ্য হবে। এই ফ্রি অফারের মাধ্যমে আপনি যেসব এক্সক্লুসিভ ফিচার পাবেন, সেটা হল— ChatGPT-এর সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী মডেল এখন Go প্ল্যানে পাওয়া যাবে। এটি আগের তুলনায় দ্রুত এবং স্মার্টভাবে সাড়া দেবে। এখন আপনি চ্যাটে সরাসরি ছবি, ডকুমেন্ট বা পিডিএফ আপলোড করে বিশ্লেষণ করাতে পারবেন। দীর্ঘ আলাপচারিতায় বার্তার কোনও সীমা নেই, ফলে একটানা প্রোজেক্ট বা রাইটিং আরও সহজ হবে। ChatGPT এখন আপনার আগের কথোপকথন মনে রাখবে, ফলে এটি আগের তথ্য অনুযায়ী আরও পার্সোনালাইজড উত্তর দেবে। চ্যাট ছাড়াও এখন ভয়েসে কথা বলা বা ছবি চিনে ব্যাখ্যা দেওয়ার সুবিধাও এই সংস্করণে পাওয়া যাবে। আরও পড়ুন- পাখির পালকের চেয়েও হালকা, অনবদ্য ফিচারের সঙ্গে পান সেরা পারফরমেন্স, ২০ হাজারের কমে পান দারুণ এই ল্যাপটপ বিশ্বজুড়ে AI এখন প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠছে। ChatGPT ব্যবহার করে কেউ লেখালেখি করছেন, কেউ মার্কেটিং পরিকল্পনা করছেন, কেউ বা প্রোগ্রাম কোড তৈরি করছেন। ভারতে এখন কয়েকলক্ষ মানুষ প্রতিদিন ChatGPT ব্যবহার করেন। কিন্তু, উন্নত ফিচার পেতে সাবস্ক্রিপশন নেওয়া অনেকের পক্ষে সম্ভব হয়নি। তাই OpenAI এই পদক্ষেপ নিয়েছে যাতে আরও বেশি ভারতীয় ব্যবহারকারী আধুনিক AI অভিজ্ঞতা পেতে পারেন। আরও পড়ুন- জলের দরে পাচ্ছেন ল্যাপটপ! মিলবে চোখ কপালে তোলা ফিচার বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভারতের ডিজিটাল গ্রোথকে আরও এগিয়ে নিয়ে যাবে। কারণ একবছরের মধ্যে ব্যবহারকারীরা শিখে যাবেন কীভাবে AI দিয়ে সময় বাঁচানো যায়, কাজের মান উন্নত করা যায় এবং সৃজনশীলতাকে আরও বাড়ানো যায়। এই অফারটি শুধুমাত্র ভারতীয় ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। তাই আপনার অ্যাকাউন্টের দেশ (Region) সেটিং অবশ্যই 'India' হতে হবে। এছাড়া, অফারটি সীমিত সময়ের জন্য। OpenAI ঘোষণা করেছে, এটি ধাপে ধাপে চালু হবে, তাই আগে সক্রিয় করাই সবচেয়ে ভালো। একবছর শেষে স্বয়ংক্রিয়ভাবে সাবস্ক্রিপশন রিনিউ হলে তখন দাম প্রযোজ্য হবে। আরও পড়ুন- ৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio যদি আপনি এখনও ChatGPT-এর প্রিমিয়াম সুবিধা ব্যবহার না করে থাকেন, এখনই সময়! OpenAI-এর এই 'ChatGPT Go Free Offer' কেবলমাত্র একটি অফার নয়, এটি ভারতের ডিজিটাল বিপ্লবের নতুন অধ্যায়। আপনার কল্পনা, লেখা, কাজ — সবকিছু এখন আরও স্মার্ট, দ্রুত এবং সাশ্রয়ী হয়ে উঠবে। তাই এখনই লগইন করুন ChatGPT-তে। অ্যাক্টিভ করুন Go প্ল্যান, আর শুরু করুন এক নতুন AI অভিজ্ঞতার যাত্রা — একদম বিনামূল্যে!
School: ৪ হাজারের বেশি শিক্ষক থাকবেন না স্কুলে, কী হবে পড়াশোনার?
সমস্যা মেটাতে পাশের স্কুল থেকে শিক্ষকদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শিক্ষা বিভাগের। উল্লেখ্য, 'SIR হল ফুলটাইম জব!' এ দিন আরও একবার স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনের এই বিজ্ঞপ্তি বিএলও-দের কাছে জেলাশাসকরা পাঠিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপাতত স্কুলে যেতে হবে না বলে আশাবাদী বিএলও-রা। SIR-এর সময়ে অন ডিউটির দাবির মধ্যেই নতুন নির্দেশ দিয়েছে কমিশন।
১০ বছরে ৯০০ বার ব্যাংকক যাত্রা! ভুয়ো পাসপোর্ট মামলায় ইডির স্ক্যানারে খড়দহের ব্যবসায়ী
ভুয়ো পাসপোর্ট মামলার নেটওয়ার্ক খুঁজতে নদিয়া-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি ইডির।
Patanjali: শীত পড়তেই বাচ্চার ঠান্ডা লেগে গিয়েছে? রামদেবের এই ঘরোয়া টোটকাতেই কমে যাবে সর্দি-কাশি
Cough-Cold Remedy: শুধু শীত বলে নয়, গ্রীষ্ম হোক বা বর্ষা, অনেকের সারা বছরই সর্দি-কাশির সমস্যা লেগে থাকে। রামদেব বলেন যে কাশি এবং সর্দির সমস্যা মূলত শরীরে বাত এবং কফ দোষের ভারসাম্যহীনতার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন যে যাদের বাতের দোষ আছে, তাদের খাদ্যাভ্যাসে ছোটখাটো পরিবর্তনে, যেমন তৈলাক্ত, ঠান্ডা বা টক জাতীয় খাবার খেলে বাত বৃদ্ধি হয়, যার ফলে কফ এবং সর্দি হতে পারে।
Typhoon Kalmaegi |টাইফুন কালমায়েগিতে তছনছ ফিলিপিন্স, দুর্যোগে মৃত বেড়ে ৬৬
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : টাইফুন কালমায়েগিতে তছনছ ফিলিপিন্স। দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬। মঙ্গলবার ভোরের দিকে ফিলিপিন্সে আছড়ে পড়তে শুরু করে এই টাইফুন। তারপর থেকে চলছে প্রবল বৃষ্টি। টানা বৃষ্টির কারণে সেবু প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেবুর সিভিল ডিফেন্সের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর রাফায়েলিতো আলেজান্দ্রো জানিয়েছেন, বিপর্যয়ে সেবুতে ৪৯ জনের মৃত্যু হয়েছে। ২৬ […] The post Typhoon Kalmaegi | টাইফুন কালমায়েগিতে তছনছ ফিলিপিন্স, দুর্যোগে মৃত বেড়ে ৬৬ appeared first on Uttarbanga Sambad .
Richest District in the Country: দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানার গুরুগ্রাম। গুরুগ্রামে মাথাপিছু জিডিপি প্রায় ৯.০৫ লক্ষ টাকা। একের পর এক কর্পোরেট সংস্থার ঘাঁটি, বিলাসবহুল জীবনযাপন, আধুনিক জীবনযাপনের হাত ধরে এই গুরুগ্রাম এখন ভারতের আধুনিক আর্থিক শক্তির নয়া প্রতীক হয়ে উঠেছে।
India vs Australia 4th T20 Live Streaming, Date and Time: অজিভূমে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলেছিল ভারত। তাতে ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। এ বার সেখানে চলছে ৫ ম্যাচের টি-২০ সিরিজ। সেখানে ১-১ দাঁড়িয়ে ভারত-অস্ট্রেলিয়া।
‘ভুল বোঝাবুঝি হয়েছিল’, নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে BSF-পুলিশের দ্বন্দ্বে ইতি টানল দু’পক্ষই
নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে পুলিশ-বিএসএফের অশান্তিতে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠেছিল চাপড়া।
Kumarganj |লরির চাকায় পিষ্ট হয়ে কাঠুরের মৃত্যু, উত্তেজিত জনতার বিক্ষোভে তুলকালাম কাণ্ড কুমারগঞ্জে
কুমারগঞ্জ: বুধবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Accident) প্রাণ হারালেন এক কাঠুরে। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের (Kumarganj) বয়রাপাড়া পুরোনো ভিডিও হল সংলগ্ন এলাকায় ঘটে যায় এই দুর্ঘটনা। মৃতের নাম রসিদুল মণ্ডল (৪০)। বাড়ি কুমারগঞ্জের রামকৃষ্ণ গ্রামপঞ্চায়েতের কেশুরাইল গ্রামে। পেশায় তিনি ছিলেন কাঠুরে। জানা গেছে, এদিন সকালে গাছ কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন রসিদুল। সেই […] The post Kumarganj | লরির চাকায় পিষ্ট হয়ে কাঠুরের মৃত্যু, উত্তেজিত জনতার বিক্ষোভে তুলকালাম কাণ্ড কুমারগঞ্জে appeared first on Uttarbanga Sambad .
মেয়র নির্বাচিত হয়েই ট্রাম্পকে তুলোধোনা! বাছাই চার শব্দে কী বললেন মামদানি?
এতদিন মামদানিকে লাগাতার হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
Retirement Funds: অবসরের পর ঠিক কত টাকা লাগবে আপনার, জানেন কি?
How Much Money Needed for Retirement: ভারতের অধিকাংশ মানুষই জানেন না অবসরের পর ঠিক কতটা অর্থ তাদের প্রয়োজন, বলছে সমীক্ষা। অনেকেই নাকি এই সমীক্ষায় জানিয়েছেন, ১ কোটি টাকা থাকলেই নাকি তাদের অবসর পরবর্তী জীবন স্বচ্ছন্দে কেটে যাবে।
Arup Chakrobarty: ‘আগে খাটো তারপরে খাবে’, কাকে বললেন তৃণমূল সাংসদ?
গতকাল বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে বাঁকুড়া এক নম্বর ব্লকের তৃনমূলের বিএলএ দের দলীয় ভাবে প্রশিক্ষণ সভার আয়োজন করেছিল তৃণমূল নেতৃত্ব। সেই সভায় প্রশিক্ষণ শুরুর পর বেশ কিছুটা দেরিতে সভায় ঢোকেন বাঁকুড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রাজু লোহার। আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মঞ্চে থাকা বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী।
‘বাঁদরদের মধ্যে থাকলে আলাদাই করা যায় না’, যোগীকে তীব্র কটাক্ষ অখিলেশের
যোগীর ‘পাপ্পু, টাপ্পু ও আপ্পু’ খোঁচারই 'জবাব' অখিলেশের!
Kartik Purnima 2025: আজ, বুধবার, ৫ নভেম্বর, কার্তিক পূর্ণিমা। হিন্দু ধর্মে আজকের এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে দেব দীপাবলিও পালিত হয়। এই দিনে গঙ্গা স্নান করে এবং প্রদীপ জ্বালানো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে কার্তিক পূর্ণিমায় কিছু মাটির জিনিস কেনা খুবই শুভ বলে মনে করা হয়। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এই জিনিসগুলি সম্পর্কে যেগুলি আপনার পরিবারে সুখ-সমৃদ্ধি আনতে সাহায্য করবে। আজকের দিনে কি কিনবেন? মাটির পাত্র - কার্তিক পূর্ণিমায় মাটির পাত্র কেনা খুবই শুভ এবং ইতিবাচক বলে মনে করা হয়। যদি আপনি মাটির পাত্র কিনতে না পারেন, তাহলে আপনি একটি ছোট মাটির ফুলদানিও কিনতে পারেন। মাটির হাতি - কার্তিক পূর্ণিমার শুভ দিনে, একটি মাটির হাতি কিনে বাড়ির উত্তর দিকে রাখুন। বাস্তু অনুসারে, এটি দেবী লক্ষ্মীর কাছ থেকে সম্পদ এবং আশীর্বাদ বয়ে নিয়ে আসে। মাটির মূর্তি - মানুষ তাদের বাড়িতে রূপা, সোনা এবং পিতলের মতো ধাতু দিয়ে তৈরি মূর্তি রাখেন। তবে, দেব-দেবীর মাটির মূর্তিও বিশেষ শুভ বলে বিবেচিত হয়। আজ কার্তিক পূর্ণিমায় আপনি মাটির মূর্তি কিনতে পারেন। যা আপনার জন্য ম্যাজিকের মত কাজ করবে। মাটির প্রদীপ - কার্তিক পূর্ণিমায়, একটি মাটির প্রদীপ কিনুন এবং জ্বালান। মাটির প্রদীপ জ্বালালে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। মাটির খেলনা - কার্তিক পূর্ণিমায়, আপনার বাচ্চাদের মাটির খেলনা দিন। এতে তারা খুশি হবে এবং আপনার বাড়ির সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আরও পড়ুন- আপনিও কি এই রাশির জাতক? চন্দ্র গোচরে আপনার জীবনে আসতে চলেছে নতুন ভোর, আনন্দে ভরে উঠবে জীবন নিরাপদ বিনিয়োগে পান গ্যারান্টি রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমগুলির সুবিধা জানলে মাথা ঘুরে যাবে ফের একবার সুনামি বেগে কমল সোনার দাম, বিয়ের সিজনে গ্রাহকদের মুখে চওড়া হাসির ঝলক নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় অনুরাধা নক্ষত্রে সূর্যের গোচর, এই রাশির জাতকদের জীবনে এখন শুধুই সাফল্য, দূর হবে অর্থকষ্ট ধার-দেনা পারিবারিক অশান্তিতে জর্জরিত? দিক বদল করুন আয়নার, ৯৯% মানুষই জানেন না সঠিক স্থান
অভিনয়ের মাঝেই থেমে গেল জীবন! আকস্মিক মৃত্যু অভিনেতার
কী মর্মান্তিক মৃত্যু! একজন শিল্পীর জীবনে যে এহেন দিন আসবে, সে নিজেও কি জানত? সংলাপ বলতে বলতে চলে যাবেন না ফেরার দেশে, সেই খবর-ই এখন চারিদিকে। যাত্রার মঞ্চে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। পশ্চিম বর্ধমানের কাঁকসায় এমন ঘটনাই ঘটেছে। সেই খবর ভাইরাল হতেই চারিদিকে চাঞ্চল্য! কাঁকসার তপোবন সিটি আবাসনে সোমবার রাতের যাত্রা ছিল একেবারে রুটিন সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু সেই মঞ্চেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পরশুরামের চরিত্রে অভিনয় করতে করতে হঠাৎই প্রাণ হারালেন ষাটোর্ধ্ব অভিনেতা শুভাশীষ ঠাকুর। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে দৃশ্য অনুযায়ী সংলাপ বলতে বলতে আচমকাই লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শক ও যাত্রা দলের সদস্যদের মধ্যে। গ্ল্যামারের কবচে লুকিয়ে গোপন পেশা! বলিউড নায়িকাকে নিয়ে বিস্ফোরক দাবি সহশিল্পীরা দেরি না করে শুভাশীষকে দ্রুত দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছনোর পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান, হৃদরোগেই মৃত্যু হয়েছে। যদিও সরকারি ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে বলে পরিবার জানিয়েছে। পুরুলিয়ার বাসিন্দা শুভাশীষ বহু বছর ধরেই অভিনয় জগতে যুক্ত ছিলেন। তপোবন সিটির ২৯ নম্বর টাওয়ারে পরিবারসহ থাকতেন তিনি। প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত অমায়িক, বন্ধুবৎসল। তিনি যে আর নেই, একথা যেন কেউ বিশ্বাস করতেই পারছেন না। Virat Kohli Birthday: বিরাটের এই গুণেই মুগ্ধ অনুস্কা, জানেন সেটা কী? এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আবাসন এলাকায় এবং যাত্রা মহলে। পরিবার সূত্রে জানা গেছে, প্রয়াত অভিনেতার শেষকৃত্য পুরুলিয়ায় সম্পন্ন হবে। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই অনেকেই পৌঁছতে শুরু করেছেন তাঁর বাড়িতে।
SIR: SIR-এর প্রথম দিনই এনুমারেশন ফর্ম নিলেন না ছিটমহলের বাসিন্দারা, কারণ জানেন?
অথচ SIR-এর নিয়ম অনুযায়ী তাঁদের নাম ২০০২ এর তালিকায় নাম থাকা আবশ্যক। আর এখানেই দেখা দিয়েছে সমস্যা। নির্বাচন কমিশন এখনো ছিটমহল বাসীদের বিষয়টি নিয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা জারি করেনি। তাই তাঁরা এই ফর্ম নিতে অস্বীকার করলেন।
বিদেশে বুকে আটক অবসরপ্রাপ্ত মেজর, ভাইকে বাঁচাতে আদালতের দ্বারস্থ সেলিনা
তাঁর অভিযোগ, বিক্রান্তকে “অবৈধভাবে অপহরণ ও আটক” করা হয়েছে। বিচারপতি সচিন দত্তের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানির সময় কেন্দ্রের পক্ষের আইনজীবী নিধি রমন আদালতকে জানান, বিক্রান্ত একটি বিশেষ মামলার সঙ্গে যুক্ত থাকায়, তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং মন্ত্রণালয় তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে।
বিভ্রান্তি ছড়াচ্ছেন সলমন! পানমশলার বিজ্ঞাপন করে এবার আইনি জটে ‘ভাইজান’
ফের আইনি জটে সলমন খান।
Cooch Behar |ঐতিহ্যের রাস আজ হা-হুতাশ ভেটাগুড়ির
প্রসেনজিৎ সাহা, দিনহাটা: রাস উৎসব। কোচবিহারের প্রাণের উৎসব। কোচবিহারে রাজ আমলে এই উৎসবের সূচনা হয়েছিল ভেটাগুড়িতে। কোচবিহারের (Cooch Behar) মহারাজা হরেন্দ্রনারায়ণ ভূপবাহাদুর প্রথম এই রাস উৎসবের সূচনা করেছিলেন। বুধবার রাসচক্র ঘুরিয়ে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার সূচনা হবে। কিন্তু ভেটাগুড়িতে রাস উৎসবের ছিটেফোঁটাও নেই। এই উৎসব ঘিরে যখন কোচবিহার শহরে সাজোসাজো রব, তখন ভেটাগুড়িতে নীরবতা। যা দেখে […] The post Cooch Behar | ঐতিহ্যের রাস আজ হা-হুতাশ ভেটাগুড়ির appeared first on Uttarbanga Sambad .
Dead Body |বাড়ি থেকে উদ্ধার জেডিইউ নেতার পরিবারের ৩ জনের মৃতদেহ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে (Bihar) প্রথম দফার নির্বাচনের ২৪ ঘণ্টা আগে পূর্ণিয়ায় জেডিইউ নেতা নিরঞ্জন কুশওয়ারের পরিবারের তিন সদস্যের মৃতদেহ (Dead Body) উদ্ধার হল। মঙ্গলবার গভীর রাতে বাড়ি থেকে দেহগুলি উদ্ধার হয়। মৃতরা হলেন নিরঞ্জনের দাদা নবীন কুশওয়া, তাঁর বউদি কাঞ্চন মালা সিং এবং ভাইঝি তনু প্রিয়া। মঙ্গলবার রাতে কেহাট থানা এলাকার ইউরোপীয় কলোনির […] The post Dead Body | বাড়ি থেকে উদ্ধার জেডিইউ নেতার পরিবারের ৩ জনের মৃতদেহ appeared first on Uttarbanga Sambad .
North 24 Pargana: শ্বশুরকে বাবা বানিয়ে থাকছিলেন এখানে, জানাজানি হতেই বেপাত্তা রিয়াজুল
এরপর বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর রিয়াজুল ইসলামের সঙ্গে আবদুর রহিম গাজির মেয়ের বিয়ে দেন। তারপরেই আবদুরকে বাবার পরিচয় দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তোলেন অভিযুক্ত। শুধু ভোটার লিস্ট নয়, সরকারি যত নথিপত্র আছে সেই সমস্ত কিছু সই করিয়ে নেন। পাশাপাশি সরকারি যতরকম সুযোগ-সুবিধা তাও তিনি ভোগ করেন।
SIR |প্রশ্নের মুখে নাজেহাল বিএলও-রা
রণজিৎ ঘোষ ও সাগর বাগচী, শিলিগুড়ি: ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআরের (SIR) কাজের শুরুতেই কার্যত হোঁচট খাওয়ার উপক্রম। বুথ লেভেল অফিসারদের (বিএলও) (BLO) কাছে এলাকাভিত্তিক ধারাবাহিকভাবে ভোটারদের জন্য তৈরি এসআইআর ফর্ম না থাকায় বাড়ি খুঁজতে তাঁরা সমস্যায় পড়েছেন। আবার নির্বাচন কমিশন এসআইআরের কাজে যুক্ত বিএলওদের অন্য কোনও কাজ করতে হবে না বললেও রাজ্য সরকার […] The post SIR | প্রশ্নের মুখে নাজেহাল বিএলও-রা appeared first on Uttarbanga Sambad .
রোনাল্ডোর মুখোমুখি ঝিঙ্ঘানরা! গোয়ার বিরুদ্ধে আল নাসের স্কোয়াডে পর্তুগিজ কিংবদন্তি
প্রথম লেগে ভারতের মাটিতে দলে ছিলেন না রোনাল্ডো।
ED Raid: ইডির নজরে জিমেল, কী কী তথ্য দিয়ে পাসপোর্টের আবেদন খুঁটিয়ে দেখছেন গোয়েন্দারা
Kolkata: খড়দহে তল্লাশির পরেও ব্যবসায়ীর জিমেল তথ্য সংগ্রহ ইডির। সূত্রের খবর, ওই ব্যবসায়ী বিদেশি মুদ্রা কেনাবেচার কাজ করেন। ঘন-ঘন থাইল্যান্ড সহ মধ্যপ্রাচ্যের দেশে যাতায়াত করেন। উল্লেখ্য, উল্লেখ্য, পাসপোর্ট জালিয়াতি মামলায় সোমবার থেকে তৎপর ছিলেন ইডি আধিকারিকরা।
SIR ‘ফুলটাইম জব’, স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন
SIR: ইতিমধ্যেই কমিশনের এই বিজ্ঞপ্তি বিএলও-দের কাছে জেলাশাসকরা পাঠিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপাতত স্কুলে যেতে হবে বলে আশাবাদী বিএলও-রা। কমিশন স্পষ্ট করে দিয়েছে, বিএলও হিসাবে যাঁরা কাজ করবেন, তাঁদের দায়িত্ব সর্বক্ষণের।
খড়গপুরে বিএলওর দায়িত্বে এবার রেলকর্মীরাও! নিয়োগ করা হয়েছে ২০ জন কর্মীকে
ভোটার তালিকা তৈরির কাজে অংশগ্রহণ করার অভিজ্ঞতা এবারই প্রথম রেলকর্মীদের।
SIR in Bengal: বিএলও-র সঙ্গে ঘুরছেন বিজেপি বিধায়ক, বহরমপুরে চাপানউতোর
BJP MLA with BLO: বহরমপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের গোরাবাজার এলাকায় বিএলও হিসাবে কাজ করছেন অয়ন তিওয়ারি। বুধবার সকালে তাঁকে তাঁর এলাকায় বাড়ি বাড়ি যেতে দেখা যায়। ফর্মও দেন। অভিযোগ, সেই সময়ই তাঁর পিছু পিছু বাড়ি বাড়ি যেতে দেখা যায় বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রকে।
SIR নিয়ে রাজ্যজুড়ে জনসভা তৃণমূলের লিগাল সেলের, বিশেষ নজর উত্তরবঙ্গ ও পূর্ব মেদিনীপুরে
অভিষেক সাফ জানিয়েছেন, এসআইআরে একজনেরও নাম গেলে বৃহত্তর আন্দোলন হবে।
শুভঙ্কর চক্রবর্তী সৃষ্টির আদিকাল থেকেই ধ্বনিত হয়েছে অন্ধকার থেকে আলোর পথে যাত্রার প্রার্থনা, উপনিষদের সেই গভীর বাণী ‘তমসো মা জ্যোতির্গময়’। শিক্ষা হল সেই আলোর যাত্রাপথের প্রধান বাহন। আর শিক্ষক তার কান্ডারি। গুরু, মাস্টারমশাই থেকে স্যর- আধুনিকতার ছোঁয়ায় শব্দের বিবর্তন ঘটেছে, শিক্ষাব্যবস্থায় পরিবর্তন হয়েছে। তবে শিক্ষক বা ছাত্র ছাড়া শিক্ষার অস্তিত্ব নেই। শিক্ষকরা একসময় ছিলেন সমাজের […] The post মাস্টারমশাই এখন সরকারি কেরানি appeared first on Uttarbanga Sambad .
Virat Kohli Birthday: সাধে বলে 'রাজার রাজা'? এই ১০ রেকর্ডই কোহলিকে করেছে 'বিরাট'
Virat Kohli Birthday: আজ, ৫ নভেম্বর, ভারতের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় দিন — কারণ এই দিনেই জন্ম নিয়েছিলেন আধুনিক ক্রিকেটের সম্রাট বিরাট কোহলি। ১৯৮৮ সালে দিল্লিতে জন্ম নেওয়া এই ডানহাতি ব্যাটসম্যান আজ ৩৭ বছরে পা দিলেন। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিনি যেভাবে রানের পাহাড় গড়েছেন, তা ভারতীয় ক্রিকেটকে পৌঁছে দিয়েছে এক নতুন উচ্চতায়। বিরাট কোহলির নামের পাশে এখন এমন সব রেকর্ড আছে, যা হয়তো আমাদের জীবদ্দশায় কেউ ভাঙতে পারবেন না। তিনি শুধু একজন ক্রিকেটার নন, বরং এক অনুপ্রেরণার নাম। কোহলির কয়েকটি রেকর্ড দেখে নেওয়া যাক ১) সর্বাধিক ওডিআই (ODI) শতক, ৫১টি সেঞ্চুরি বিরাট কোহলি বর্তমানে ওয়ানডেতে ৫১টি শতরান করেছেন। এই রেকর্ডের ধারে-কাছে এখনও কেউ নেই। সক্রিয় কোনও খেলোয়াড়ের পক্ষে এই রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব। আরও পড়ুন- বিশ্ব কাঁপানো তারকা ক্রিকেটার, খেলেছেন ফুটবল বিশ্বকাপও! এই ৫ রেকর্ড না জানলে চরম মিস ২) রান তাড়া করার সময় সর্বাধিক ৫০-এর বেশি স্কোর (৭০টি) কোহলি মানেই 'চেজ মাস্টার'। ভারতের যখনই টার্গেট বড় হয়, তিনি মাঠে থাকলে জয়ের একটা ভরসা থাকে। এই রেকর্ডই তাঁর ঠান্ডা মাথার প্রমাণ। আরও পড়ুন- বিশ্বজয়ী রিচা-হরমনপ্রীতরা, সৌরভের পুরনো মন্তব্যে আগুন নেটদুনিয়ায়! সেদিন ঠিক কী বলেছিলেন মহারাজ? ৩) একদিনের ক্রিকেটে (ODI) সবচেয়ে দ্রুত, ১৭৫ ইনিংসে ৮,০০০ রান অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র ১৭৫ ইনিংসে কোহলি পৌঁছেছিলেন ৮ হাজার রানে — যা ইতিহাসে দ্রুততম। আরও পড়ুন- 'মেয়ে হয়ে ক্রিকেট খেলো না...', সহজ ছিল না রাস্তা, কাঁদিয়ে দেবে এই তারকা ক্রিকেটারের সাফল্যের গল্প ৪) একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত, ১৯৪ ইনিংসে ৯,০০০ রান ১৯ ইনিংসের মধ্যেই ছুঁয়েছিলেন ৯ হাজারের মাইলফলক। ধারাবাহিকতার অন্য নাম বিরাট কোহলি। আরও পড়ুন- বৈভবের তাণ্ডব থেকে স্মৃতির পদস্খলন! একনজরে দিনের সেরা ৫ খেলার খবর ৫) একদিনের ম্যাচে সবচেয়ে দ্রুত, ২০৫ ইনিংসে ১০,০০০ রান এই রেকর্ডে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন শচীন তেন্ডুলকরকেও। ৬) একদিনের ম্যাচে সবচেয়ে দ্রুত, ২২২ ইনিংসে ১১,০০০ রান রান তোলা যেন তাঁর অভ্যাসে পরিণত হয়েছিল। প্রতিটি ম্যাচেই রেকর্ড তৈরি করা ছিল তাঁর স্বভাব। ৭) একদিনের ম্যাচে ২৪২ ইনিংসে সবচেয়ে দ্রুত ১২,০০০ রান মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি তৈরি করেছেন নতুন ইতিহাস। ৮) সবচেয়ে দ্রুত, ২৬৭ ইনিংসে (ODI) ১৩,০০০ রান বিরাটের ধারাবাহিকতা এখানেও অটুট। ৯) একদিনের ক্রিকেটে (ODI) সবচেয়ে দ্রুত ২৮৭ ইনিংসে ১৪,০০০ রান মাত্র তিন জন ক্রিকেটার এই রেকর্ডের মালিক এবং তাঁদের মধ্যে সবচেয়ে দ্রুত রেকর্ডের শীর্ষে পৌঁছেছেন কোহলি। ১০) এক বিশ্বকাপ আসরে সর্বাধিক ৭৬৫ (২০২৩) রান ২০২৩ সালের বিশ্বকাপে তিনি করেছিলেন সর্বাধিক ৭৬৫ রান। এই পারফরম্যান্সই তাঁকে 'কিং অফ ক্রিকেট (King of Cricket)' হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিরাট কোহলি শুধু রানের জন্যই বিখ্যাত নন। তাঁর ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং দেশের প্রতি ভালোবাসাও তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। তিনি হয়তো আগামী ২-৩ বছর খেলবেন, কিন্তু তাঁর উত্তরাধিকার থাকবে চিরকাল। আজ তাঁর জন্মদিনে আমরা শুধু একজন ক্রিকেটারের নয়, এক যুগনায়কের জন্মদিবস উদযাপন করছি।
আইএসএল আয়োজনের জন্য প্রস্তুত, তবে স্বাধীনতা না পেলে আদৌ বিড করবে এফএসডিএল?
জানুয়ারির শেষে আইএসএল শুরুর জন্য সবরকম প্রস্তুতি নেওয়া রয়েছে।
Army Campaign |জঙ্গলে লুকিয়ে থাকা তিন জঙ্গিকে ধরতে জম্মু-কাশ্মীরে সেনা অভিযান
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার ভোর থেকে জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়াড় জেলার ছত্রু এলাকায় নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই (Gun Fight) শুরু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিশ্তওয়াডের নাইরগামের কলাবন জঙ্গলে একদল জঙ্গি (Militant) আশ্রয় নিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার […] The post Army Campaign | জঙ্গলে লুকিয়ে থাকা তিন জঙ্গিকে ধরতে জম্মু-কাশ্মীরে সেনা অভিযান appeared first on Uttarbanga Sambad .
Teacher Problem: বড়দের এই SIR-এ ‘স্যর’ ছাড়া ছোটরা, স্কুলগুলো ভুগছে শিক্ষকহীনতায়
Teacher Problem On SIR Situation: বাংলায় প্রাথমিক স্কুলগুলোর ক্ষেত্রে এমন অনেক স্কুল রয়েছে, যেখানে এক জন মাত্র শিক্ষক রয়েছেন। তিনিই পুরো স্কুলের দায়িত্বে। তিনিই পড়ান, তিনিই আবার সামলান মিড ডে মিলের দায়িত্ব। আপাতত এরকমই চার হাজার স্কুলের নাম উঠে আসছে। যেখানে স্কুলের একজনই শিক্ষক, তিনিই আবার BLO হয়ে গিয়েছেন।
Top 5 post office schemes: যাঁরা ঝুঁকিমুক্ত বিনিয়োগের মাধ্যমে গ্যারান্টি রিটার্নের সন্ধান করছেন, তাঁদের জন্য পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমগুলি (Post Office Small Savings Schemes) হতে পারে একেবারে আদর্শ বিকল্প। সরকার পরিচালিত এই স্কিমগুলি বিনিয়োগকারীর মূলধন সম্পূর্ণ সুরক্ষিত রাখার পাশাপাশি আয়কর আইনের ৮০সি ধারার আওতায় কর ছাড়ের সুবিধাও প্রদান করে। বর্তমানে ডাক বিভাগ নযটি প্রধান সঞ্চয় প্রকল্প পরিচালনা করছে। এই সেভিংস স্কিমগুলি শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক—সব শ্রেণির বিনিয়োগকারীর জন্য উপযুক্ত। কেন পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করবেন পোস্ট অফিসের সেভিংস স্কিমগুলিতে আসল মূলধন হারানোর কোনো ঝুঁকি নেই। বাজারের ওঠানামার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত এই স্কিমগুলিতে সুদের হার নির্দিষ্ট এবং স্থিতিশীল থাকে। বর্তমানে এই হার ৪% থেকে ৮.৬% পর্যন্ত, যা প্রতি ত্রৈমাসিকে সরকার পুনর্বিবেচনা করে। ফলে বিনিয়োগকারীরা নিশ্চিন্তে নির্দিষ্ট আয় উপভোগ করতে পারেন। কোন কোন পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করা যায় বর্তমানে পোস্ট অফিসে নিম্নলিখিত স্কিমগুলি চালু রয়েছে— সেভিংস অ্যাকাউন্ট, রিকরিং ডিপোজিট, টাইম ডিপোজিট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), কিষান বিকাশ পত্র (KVP), মান্থলি ইনকাম স্কিম (MIS), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা। এর মধ্যে PPF, NSC, ৫ বছরের মেয়াদে ডিপোজিট, সিনিয়র সিটিজেন স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা—এই পাঁচটি প্রকল্পে ৮০সি ধারায় করছাড় পাওয়া যায়। ট্যাক্স সেভিং স্কিম যাঁরা দীর্ঘমেয়াদি বিনিয়োগের পাশাপাশি করছাড় চান, তাঁদের জন্য উপরে উল্লেখিত পাঁচটি স্কিম সবচেয়ে উপযুক্ত। এই প্রকল্পগুলি শুধু নিরাপদ নয়, বরং বিনিয়োগের সঙ্গে কর ছাড়ের দ্বিগুণ সুবিধাও প্রদান করে। বর্তমান সুদের হার ও বিনিয়োগ সীমা বর্তমানে বিভিন্ন স্কিমে নিম্নলিখিত সুদের হার প্রযোজ্য— সিনিয়র সিটিজেন স্কিম: ৮.৬% সুকন্যা সমৃদ্ধি যোজনা: ৮.৪% PPF ও NSC: ৭.৯% রিকরিং ডিপোজিট: ৭.২% কিষান বিকাশ পত্র ও মান্থলি ইনকাম স্কিম: ৭.৬% সেভিংস অ্যাকাউন্ট: ৪% বিনিয়োগের পরিমাণ স্কিম অনুযায়ী নির্ধারিত, যেখানে সর্বনিম্ন ১০০ থেকে শুরু করে সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। নিরাপদ বিনিয়োগে নিশ্চিত মুনাফা জনপ্রিয় হয়ে উঠছে পোস্ট অফিসের নানা সেভিংস স্কিম যাঁরা নিয়মিত আয়ের পাশাপাশি নিরাপদ বিনিয়োগের সন্ধান করছেন, তাঁদের জন্য পোস্ট অফিসের বিভিন্ন সেভিংস স্কিম হতে পারে আদর্শ বিকল্প। সরকারি সুরক্ষায় পরিচালিত এই স্কিমগুলিতে সুদের হার স্থিতিশীল, বিনিয়োগের ঝুঁকি নেই বললেই চলে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি পোস্ট অফিস স্কিম এবং তাদের সুবিধাগুলি— পোস্ট অফিস মাসিক আয় স্কিম (POMIS) নিয়মিত মাসিক আয়ের জন্য এই স্কিম বিশেষভাবে জনপ্রিয়। বর্তমানে এই স্কিমে ৭.৪% বার্ষিক সুদের হার দেওয়া হচ্ছে। একক বিনিয়োগকারীর জন্য সর্বাধিক ৯ টাকা লক্ষ এবং জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগ করা যায়। প্রতি মাসে সুদের অর্থ সরাসরি বিনিয়োগকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, ফলে স্থায়ী মাসিক আয়ের একটি নির্ভরযোগ্য উৎস তৈরি হয় এই বিনিয়োগে। বিশেষ করে অবসরপ্রাপ্তদের (retired persons) জন্য এই স্কিমটি আদর্শ। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) দীর্ঘমেয়াদি ও নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অন্যতম সেরা বিকল্প। বর্তমানে এই স্কিমে ৭.১% বার্ষিক সুদের হার প্রযোজ্য। প্রতি আর্থিক বছরে ন্যূনতম ৫০০ টাকা থেকে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়।এর মেয়াদ ১৫ বছর, এবং আয়কর আইনের ৮০সি ধারার অধীনে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। চক্রবৃদ্ধি হারে সুদ (compounding interest) দেওয়ায় দীর্ঘ সময়ে বড় অঙ্কের রিটার্ন পাওয়া সম্ভব। নিরাপত্তা ও স্থায়িত্বের দিক থেকে এটি পোস্ট অফিসের সবচেয়ে ভরসাযোগ্য স্কিমগুলির মধ্যে একটি। সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই স্কিম বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প। বছরে ২৫০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। বর্তমানে এই স্কিমে ৮.২% সুদের হার প্রযোজ্য।এই টাকাটি মূলত কন্যার উচ্চশিক্ষা ও বিয়ের খরচে বিশেষ কাজে আসবে। পাশাপাশি ৮০সি ধারার অধীনে করছাড়ের সুবিধাও রয়েছে। পোস্ট অফিস TD এটি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো একটি স্কিম, যেখানে ১, ২, ৩ ও ৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করা যায়। বর্তমান সুদের হার অনুযায়ী— ১ বছরের জন্য ৬.৯% ২ ও ৩ বছরের জন্য ৭% ৫ বছরের জন্য ৭.৫% বিনিয়োগের ন্যূনতম পরিমাণ ₹১,০০০। ৫ বছরের টাইম ডিপোজিটে ৮০সি ধারায় করছাড়ের সুবিধা পাওয়া যায়। স্বল্প মেয়াদে নিরাপদ বিনিয়োগ করতে ইচ্ছুকদের কাছে এটি একটি কার্যকর বিকল্প। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) নিরাপদ ও নির্দিষ্ট রিটার্নের জন্য এই স্কিম বহু বিনিয়োগকারীর পছন্দের তালিকায়। এর মেয়াদ ৫ বছর, এবং বর্তমানে ৭.৭% সুদের হার প্রযোজ্য। উদাহরণস্বরূপ, যদি কেউ ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, ৫ বছর পর প্রায় ৭,২৪,৫১৭ টাকা ফেরত পাবেন — অর্থাৎ প্রায় ২,২৪,৫১৭ টাকার মুনাফা। আরও পড়ুন- ফের একবার সুনামি বেগে কমল সোনার দাম, বিয়ের আগে গ্রাহকদের মুখে চওড়া হাসির ঝলক নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় অনুরাধা নক্ষত্রে সূর্যের গোচর, এই রাশির জাতকদের জীবনে এখন শুধুই সাফল্য, দূর হবে অর্থকষ্ট ধার-দেনা পারিবারিক অশান্তিতে জর্জরিত? দিক বদল করুন আয়নার, ৯৯% মানুষই জানেন না সঠিক স্থান
শিবশংকর সূত্রধর, কোচবিহার: রাসমেলার মাঠে এখনও সার্কাসের তাঁবু পড়েনি। মঙ্গলবার রাত পর্যন্ত এসে পৌঁছায়নি টমটম গাড়ি বিক্রেতারা। তবে মদনমোহনবাড়িতে পূতনা রাক্ষসী সেজে উঠেছে। রাসচক্র নির্মাণের কাজও প্রায় শেষের দিকে। বুধবার সন্ধ্যায় শুরু হচ্ছে রাস উৎসব। কোচবিহারের প্রাণের ঠাকুর তথা কুলদেবতা মদনমোহনের রাসযাত্রাকে কেন্দ্র করে আয়োজিত হয় রাসমেলা। আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাসমেলা। এই উৎসবের জন্য এখন […] The post Cooch Behar | আজ শুরু রাস উৎসব appeared first on Uttarbanga Sambad .
TMC: তৃণমূলের অন্দরে আবারও অশান্তি! কেন পদ ছাড়লেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ?
এসআইআর (SIR) নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতির আঙিনা। এমন আবহের মধ্যেই পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন মিঠু মাঝি। বিষয়টি নিয়ে আশ্চর্যজনকভাবে মুখে কুলুপ এঁটেছেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোাহার। পদত্যাগ নিয়ে কোনও রাখঢাক রাখেননি মিঠু মাঝি। তাঁকে ফোন করা হলে তিনি জেলাশাসকের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার কথা স্বীকার করে নেন। একইভাবে মিঠু মাঝির পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি জেলাশাসক আয়েশা রানী এ স্বীকার করেছেন। পদত্যাগের কারণ নিয়ে মিঠু মাঝি সংবাদ মাধ্যমের কাছে সবিস্তার খোলসা করেননি। তবে নিজের বাসস্থান এলাকা জামালপুর ব্লকে থাকা দলীয় সতীর্থদের কাছে তিনি নানা হতাশার কথা জানিয়েছিলেন। সতীর্থদের কথা অনুযায়ী, মিঠু মাঝি ঠুটোঁ জগন্নাথ পূর্ত কর্মাধ্যক্ষ হয়ে থাকতে চাননি। তাই বিষয়টি তিনি জেলা সভাধিপতিকে জানিয়েছিলেন, কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। তাই তিনি পদত্যাগ করেছেন। আরও পড়ুন- West Bengal News Live Updates: ভোটের আগে ভোটার যাচাই! 'ভুল চলবে না', আজ উত্তরবঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল স্বাভাবিকভাবেই এই ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দল ফের প্রকাশ্যে এলো বলে রাজনৈতি মহল মনে করছে। যদিও জেলা পরিষদ সূত্রে জানা গেছে, মিঠু মাঝি বছর দেড়েক আগে নদিয়ার করিমপুরের একটি কলেজে সহকারি অধ্যাপিকা পদে যোগ দেন। একদিকে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবার অন্যদিকে কলেজের সহকারি অধ্যাপিকা, এই নিয়ে গত এক বছরে বিস্তর জলঘোলা হয়। আরও পড়ুন- JNU: ২০১১ থেকে ২০২৫- ৬০০ মামলার পাহাড়ে JNU! কী বলছে আদালতের নথি? পঞ্চায়েত উন্নয়ন দপ্তরে তিনবার মিঠু মাঝির বিরুদ্ধে আরটিআই হয়।আরটিআইয়ের পরিপ্রেক্ষিতে দপ্তর থেকে জানানো হয়, এক ব্যক্তি দু'টি পদে কর্মরত থাকতে পারেন না। কারণ মিঠু মাঝি কলেজ থেকে লিয়েনের আবেদন করলেও তা মেলেনি। তাই তিনি ঘরে বাইরে বেশ সমস্যায় পড়েন। তাঁকে নিয়ে তৈরি হয় নানা বির্তক। আরও পড়ুন- MGNREGA: তিন বছর পর গ্রামে ফিরছে রোজগার, বিশেষ শর্তে বাংলায় ফের শুরু হতে পারে ১০০ দিনের কাজ
Gold Price Today: বাম্পার অফার! একদিনেই প্রায় ১০ হাজার টাকা কমল সোনার দাম, এই সুযোগ মিস করলেই লস…
Gold-Silver Price in Kolkata, West Bengal: একধাক্কায় প্রায় ১০ হাজার টাকার কাছাকাছি কমে গেল সোনার দাম (Gold Price)। সোনার যে হারে দাম বেড়েছে, তাতে আজই সবথেকে সস্তায় সোনা পাওয়া যাবে। বিয়ের মরশুমে যারা নিজেদের জন্য বা উপহারে সোনার কিছু দিতে চান, তাহলে আজই সুবর্ণ সুযোগ।
Entertainment Latest Live news updates: অভিনেত্রীর ভুয়ো বিলাসিতা-ই কাল হয়ে দাঁড়াল!
Entertainment Latest Live news updates: বলিউড থেকে আঞ্চলিক তারকাদের জড়িত একাধিক হাই-প্রোফাইল মামলা সামলেছেন প্রাইভেট ডিটেকটিভ তানিয়া পুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমনই এক আঞ্চলিক অভিনেত্রীকে ঘিরে তদন্তের অভিজ্ঞতা শেয়ার করেন— যাকে বাগদানের আগে গোয়েন্দা নজরদারিতে রেখেছিল তার হবু শ্বশুরবাড়ি। তবে অভিনেত্রীর বাগদানের ঠিক আগে, ছেলেটির পরিবার তানিয়াদের সঙ্গে যোগাযোগ করে। উদ্দেশ্য ছিল একটাই, অভিনেত্রীর আর্থিক অবস্থা ও বাস্তব জীবনের তথ্য যাচাই করা।
Today Gold, Silver Rate November 5: বহু বছর ধরে সোনা বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। মুদ্রাস্ফীতি বা আর্থিক বাজারে অস্থিরতার সময়েও সোনা বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের এক নির্ভরযোগ্য মাধ্যম। মূল্যবান এই ধাতুটি কেবল প্রাচুর্য্যের প্রতীক নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে সম্পদ সংরক্ষণের এক নিরাপদ ভাণ্ডার হিসেবেও তার জায়গা ধরে রেখেছে। অনিশ্চিত সময়ে বিনিয়োগকারীদের কাছে তাই সোনা একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য বিকল্প। ভারতে আজ সোনার দাম প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার ১২,২৪৫ টাকা, প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার ১১,২২৪ টাকা এবং প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার ৯,১৮৩ টাকা। দেশে আজ সোনার দাম ( Gold Price Today ) আজ, ৫ নভেম্বর দেশে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১২,২৪৫ টাকা , ২২ ক্যারেট সোনার দাম ১১,২২৪টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৯,১৮৩টাকা। গত কয়েকদিন ধরে সোনার দামে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, এবং আজকের হিসেব অনুযায়ী ১৮, ২২ এবং ২৪ ক্যারেট—তিন ধরনের সোনার দামই আগের দিনের তুলনায় সামান্য হ্রাস পেয়েছে। শহর অনুসারে সোনার দাম দেশের বিভিন্ন শহরে আজ সোনার দামে সামান্য পার্থক্য দেখা গেছে। চেন্নাইয়ে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২,২৭২ টাকা, ২২ ক্যারেট প্রতি গ্রামের দাম ১১,২৪৯ টাকা এবং ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৯,৩৮৯ টাকা। দিল্লিতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২,২৫০ টাকা, ২২ ক্যারেট ১১,২৩৯ টাকা এবং ১৮ ক্যারেট ৯,১৯৮ টাকা। মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরল ও পুনেতে সোনার দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে—২৪ ক্যারেট ১২,২৪৫ টাকা, ২২ ক্যারেট ১১,২২৪ টাকা এবং ১৮ ক্যারেট ৯,১৮৩ টাকা প্রতি গ্রাম। আহমেদাবাদ ও ভদোদরায় দাম সামান্য বেশি, যেখানে ২৪ ক্যারেট সোনার দাম ১২,২৫০ টাকা, ২২ ক্যারেট ১১,২২৯ টাকা এবং ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৯,১৮৮ টাকা। রূপার দাম রূপার বাজারেও সামান্য পতন দেখা গেছে। বর্তমানে ভারতে রূপার দাম প্রতি গ্রাম ১৫০.৯০ টাকা এবং প্রতি কেজির দাম ১,৫০,৯০০ টাকা। যদিও রূপার দাম সোনার তুলনায় অনেক কম, তবুও এটি সাধারণ বিনিয়োগকারী ও গয়না ক্রেতাদের মধ্যে জনপ্রিয় একটি বিকল্প, বিশেষত সেইসব অঞ্চলে যেখানে সোনার তুলনায় রূপার অলঙ্কার ক্রয় বেশি হয়ে থাকে। বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্ববতাপী অস্থিরতা এবং ডলারের শক্তি বৃদ্ধির প্রভাবেই সোনার দামে এই সামান্য পতন দেখা যাচ্ছে। তবে দীর্ঘমেয়াদে সোনা এখনও নিরাপদ বিনিয়োগ হিসেবে তার আস্থা বজায় রেখেছে। বিয়ের মরসুমে আবারও কমল সোনা ও রূপার দাম। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) -এর তথ্যানুসারে, মঙ্গলবার বাজার বন্ধের সময় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম নেমে এসেছে ১,২০,৪১৯ টাকায়। একইসঙ্গে রূপার দামও কমে প্রতি কেজিতে ১,৪৬,১৫০ টাকায় পৌঁছেছে। বুধবার গুরু নানক জয়ন্তী উপলক্ষে বাজার বন্ধ থাকায়, এই দামই আজ প্রযোজ্য থাকবে। আরও পড়ুন- ২০১১ থেকে ২০২৫- ৬০০ মামলার পাহাড়ে JNU! কী বলছে আদালতের নথি? নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় অনুরাধা নক্ষত্রে সূর্যের গোচর, এই রাশির জাতকদের জীবনে এখন শুধুই সাফল্য, দূর হবে অর্থকষ্ট ধার-দেনা পারিবারিক অশান্তিতে জর্জরিত? দিক বদল করুন আয়নার, ৯৯% মানুষই জানেন না সঠিক স্থান
রেললাইন পার হতে যেতেই ধেয়ে এল ট্রেন! উত্তরপ্রদেশে মৃত্যু ৬ পুণ্যার্থী মহিলার
শোকের ছায়া মির্জাপুরে।
রেললাইন পার হতে যেতেই ধেয়ে এল ট্রেন! উত্তরপ্রদেশে মৃত্যু অন্তত ৪ জনের
শোকের ছায়া মির্জাপুরে।
Money Making Formula: EMI থেকে বিনোদনের খরচ! সব সামলেও সঞ্চয় করাবে এই ফর্মুলা! জানেন কীভাবে?
How To Save and Make Money: ৩০-৩০-৩০-১০ ফর্মুলা মেনে চলার পরামর্শ দিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা। কীভাবে, কত খরচ করতে হবে, তারও নির্দিষ্ট রূপরেখা রয়েছে। এটা কোনও কঠিন সূত্র নয়। এই ফর্মুলার একদম শুরুতেই রয়েছে আবাসনের খরচ। এর ঠিক পরই রয়েছে সংসারের বিভিন্ন খরচ।
কুলপুরোহিতকে অবমাননা গোবিন্দাপত্নী সুনীতার! স্ত্রীর হয়ে ক্ষমাপ্রার্থী অভিনেতা
কী এমন বলেছিলেন সুনীতা যা ঘিরে পরিস্থিতি এমন জটিল হল?
JNU: ২০১১ থেকে ২০২৫- ৬০০ মামলার পাহাড়ে JNU! কী বলছে আদালতের নথি?
Jawaharlal Nehru University: দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ), যা একসময় তার মুক্ত চিন্তা ও ছাত্র আন্দোলনের জন্য পরিচিত ছিল, এখন আইনি লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে। গত এক দশকে বিশ্ববিদ্যালয়টি দিল্লি হাই কোর্টে ৬০০-রও বেশি মামলার পক্ষ বা বিপক্ষে রয়েছে— প্রশাসন, শিক্ষক, ছাত্র থেকে শুরু করে কর্মচারীদের মধ্যকার দ্বন্দ্বে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক অনুসন্ধানে দেখা গেছে, ২০১১ সাল থেকে তিনজন উপাচার্যের আমলে অন্তত ২০৫টি মামলা নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে ১৫৮টি ছাত্র এবং ৪৭টি শিক্ষক সম্পর্কিত। তিন উপাচার্য, তিন রকম অধ্যায়: এস. কে. সোপোরি (২০১১–২০১৬): তাঁর আমলে মাত্র ৩৭টি মামলা হাই কোর্টে গিয়েছিল। অধিকাংশই পিএইচডি থিসিস, হোস্টেল বরাদ্দ, বা যৌন হয়রানির অভিযোগ সংক্রান্ত। মাত্র ৫টি মামলা ছিল নীতিগত প্রশ্নে। সোপোরি বলেন, “আমরা ‘ওপেন ডোর’ নীতি মানতাম। ছাত্ররা নির্দিষ্ট দিনে সরাসরি দেখা করতে পারত। কথোপকথনের মাধ্যমেই সমস্যার সমাধান হতো।” আরও পড়ুন- West Bengal News Live Updates: ভোটের আগে ভোটার যাচাই! 'ভুল চলবে না', আজ উত্তরবঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এম. জগদীশ কুমার (২০১৬–২০২২): তাঁর আমলে মামলা তিনগুণ বেড়ে ১১৮-এ পৌঁছায় — যার মধ্যে ৯২টি ছাত্রদের দায়ের করা। অধিকাংশই প্রতিবাদ, শৃঙ্খলাভঙ্গ ও মত প্রকাশের স্বাধীনতা ঘিরে। প্রশাসন নিজেও একবার আদালতে যায় — ২০১৭ সালের আদেশ ভঙ্গের অভিযোগে ছাত্র ইউনিয়নের সভাপতি গীতা কুমারীসহ কয়েকজনের বিরুদ্ধে। আদালত প্রত্যেককে ২০০০ টাকা জরিমানা করে, তবে স্বীকার করে তারা “উচ্চশিক্ষা pursuing ছাত্র।” আরও পড়ুন- MGNREGA: তিন বছর পর গ্রামে ফিরছে রোজগার, বিশেষ শর্তে বাংলায় ফের শুরু হতে পারে ১০০ দিনের কাজ সন্তিশ্রী ধূলিপুড়ি পণ্ডিত (২০২২–বর্তমান): তাঁর আমলে মামলা কিছুটা কমলেও, ২০২৪-২৫ অর্থবর্ষে আইনি খরচ ছুঁয়েছে ২৮.৪ লক্ষ টাকা, যা গত ১৪ বছরে সর্বাধিক। ৫০টি নতুন মামলা হয়েছে, যার মধ্যে ৩৮টি ছাত্রদের। অধিকাংশই শাস্তিমূলক পদক্ষেপ, ফি বৃদ্ধি ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে। আদালতের পর্যবেক্ষণ ও ছাত্রদের জয়: দিল্লি হাই কোর্টের নথি অনুযায়ী, কুমারের আমলে দায়ের করা ৯২টি ছাত্র মামলার মধ্যে প্রায় ৪০টিতেই আদালত ছাত্রদের পক্ষে রায় দিয়েছে।আদালত বলেছে, জেএনইউ বারবার “ন্যায়বিচারের মৌলিক নীতির লঙ্ঘন” করেছে, যথাযথ শুনানি ছাড়াই শাস্তি দিয়েছে।২০১৬ সালের আফজল গুরু স্মরণ অনুষ্ঠান, ৭৫% উপস্থিতি নীতি, ‘অকুপাই অ্যাড-ব্লক’ আন্দোলন, এবং নজীব আহমেদের নিখোঁজ মামলা– এসব ঘটনাই আদালতে গিয়েছিল। আরও পড়ুন- Suvendu Adhikari: ‘রাষ্ট্রপতি শাসন জারি হবে’, SIR নিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি, তৃণমূলের পাল্টা সুর ‘গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়েছে’ — শিক্ষক সংগঠনজেএনইউ শিক্ষক সমিতির সভাপতি সুরজিত মজুমদার বলেন, “২০১৬-র পর থেকে প্রশাসন ও সরকারের মধ্যে একটি নতুন ধরনের ‘সমন্বয়’ তৈরি হয়েছে। আগে সিদ্ধান্ত হত অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে। এখন সেই গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়েছে।” আরও পড়ুন- West Bengal Weather Update: নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় অন্যদিকে বাম-ঘনিষ্ঠ প্রাক্তন ছাত্রনেতা এন সাই বলাজি বলেন,“এটি এক উপাচার্যের নয়, একটি বৃহত্তর নীতির ফল। ক্ষমতাসীন সরকার ‘স্বায়ত্তশাসন’-এর নামে বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানাচ্ছে।”অন্য মত পেশ করেছেন ABVP নেতা বিকাশ প্যাটেল। তাঁর বক্তব্য, “আগে ক্যাম্পাসে বামেদের একাধিপত্য ছিল। এখন নতুন প্রজন্ম নিজের মতো করে চিন্তা করছে। এটিকে রাজনৈতিক হস্তক্ষেপ বলা ঠিক নয়।”
Mirzapur |রেললাইন পেরোতে গিয়ে মর্মান্তিক পরিণতি, মির্জাপুরে ট্রেনের ধাক্কায় নিহত চার
লখনউ : উত্তরপ্রদেশের মির্জাপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার চুনার জংশনে ঘটনাটি ঘটেছে। হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস ওই যাত্রীদের ধাক্কা দেয়। ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছাতে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন […] The post Mirzapur | রেললাইন পেরোতে গিয়ে মর্মান্তিক পরিণতি, মির্জাপুরে ট্রেনের ধাক্কায় নিহত চার appeared first on Uttarbanga Sambad .
‘৮৩-র বিশ্বজয়ের সঙ্গে তুলনাই হয় না’, স্মৃতিদের প্রশংসা করেও কেন ভিন্নমত গাভাসকরের?
দু'বার ফাইনালে স্বপ্নভঙ্গের পর এবার বিশ্বজয় ভারতের।
Mirzapur Train: পুণ্যার্থীদের উপর দিয়ে চলে গেল হাওড়া-কালকা মেল, কাটা পড়লেন ৬ জন
Train Accident: উত্তর প্রদেশের মির্জাপুরের সকাল-সকালই ট্রেনে কাটা পড়ে মৃত্যু ছয় জন পুণ্যার্থীর। কালকা-হাওড়া মেল চলে যায় তাঁদের উপর দিয়ে। জানা গিয়েছে,নিহতরা কার্তিক পূর্ণিমার পবিত্র স্নানের জন্য এসেছিলেন। প্ল্যাটফর্মের উল্টো দিকে নেমেছিলেন তাঁরা। আর তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়।
স্ত্রীর সঙ্গে বিবাদ তুঙ্গে, রাগে রাতের অন্ধকারে সন্তানকে দূর সীমান্তে ছেড়ে এলেন বাবা!
বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ বছরের ছেলেকে ছেড়ে আসা হয়।
যদিদং হৃদয়ং তব…সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে বিয়ের পিঁড়িতে দুই তরুণী
বিয়ের পর দম্পতি বললেন, 'ভালোবাসাটাই আসল, আজীবন একসঙ্গে থাকব।'
টেক অফের পরই রাস্তায় আছড়ে পড়ল বিমান! আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭
আহত হয়েছেন আরও ১১ জন।
Deshbandhu Chittaranjan Das: মানবতার সেবক! দানবীর চিত্তরঞ্জন দাশের জন্মদিনে জানুন অজানা দেশবন্ধুকে
Deshbandhu Chittaranjan Das: আজ ৫ নভেম্বর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকী। দেশবন্ধু ছিলেন এমন এক মহান মানুষ, যিনি শুধু রাজনীতির মঞ্চেই নয়, মানবতার প্রতিটি পরিসরে এক আলোকবর্তিকা হয়ে আছেন। দেশের জন্য, মানুষের জন্য, ন্যায়ের জন্য তিনি যা ত্যাগ করেছেন, তা আজও কোটি মানুষের মনে অনুপ্রেরণা জোগায়। ছেলেবেলা থেকে রাজনীতি চিত্তরঞ্জন দাশ ১৮৭০ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। তাঁর বাবা ভুবনমোহন দাশ ছিলেন কলকাতা হাইকোর্টের সলিসিটার। মা নিস্তারিণী দেবী ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, শান্ত এবং অধ্যবসায়ী। ভবানীপুরে তাঁর শিক্ষাজীবন শুরু হয় লন্ডন মিশনারি স্কুলে, পরে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। আরও পড়ুন- তিন বছর পর গ্রামে ফিরছে রোজগার, বিশেষ শর্তে বাংলায় ফের শুরু হতে পারে ১০০ দিনের কাজ ১৮৯৩ সালে লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে ফিরে আসেন কলকাতায়। প্রথমে কোর্টে তেমন সাফল্য পাননি, কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁর যুক্তিবাদী চিন্তা, মেধা এবং সততা তাঁকে দেশের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবীর আসনে তুলে ধরে। তাঁর সবচেয়ে আলোচিত মামলা ছিল অরবিন্দ ঘোষের আলিপুর বোমা মামলা, যেখানে তাঁর যুক্তিতর্ক অরবিন্দ ঘোষের মুক্তি নিশ্চিত করেছিল। এখানেই তাঁর অসাধারণ বিচারবুদ্ধি এবং দেশপ্রেম প্রমাণিত হয়েছিল। আরও পড়ুন- কলকাতার কাছেই হনিমুনের দুর্দান্ত ঠিকানা, কম খরচে সেরা ডেস্টিনেশন! দেশবন্ধু ছাত্রজীবনেই রাজনীতিতে জুড়ে গিয়েছিলেন। ১৯০৩ সালে প্রমথ মিত্রের সঙ্গে 'অনুশীলন সমিতি' গঠন করেন। ১৯১৯ সালে রাওলাট অ্যাক্ট বিরোধী আন্দোলনে যুক্ত হন। ১৯২০ সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন সমর্থন করে নিজের ব্যারিস্টারি ত্যাগ করেন। দেশের প্রতি তাঁর ভালোবাসা এত গভীর ছিল যে আর্থিক স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তিনি আন্দোলনের পথে নামেন। এই ত্যাগের কারণেই দেশবাসী তাঁকে ভালোবেসে নাম দেয়— 'দেশবন্ধু'। আরও পড়ুন- আপনার কিডনি কি ড্যামেজের দিকে? অবিলম্বে জানুন কীভাবে বুঝবেন! ১৯২৩ সালে মতিলাল নেহরুর সঙ্গে মিলে তিনি গঠন করেন স্বরাজ পার্টি। যার লক্ষ্য ছিল সাংবিধানিক পথে স্বরাজ অর্জন। তাঁর নেতৃত্বে কংগ্রেস পায় নতুন দিশা, আর রাজনীতি পায় বাস্তববাদী দিকনির্দেশ। তিনি সুভাষচন্দ্র বসু, হোসেন শহিদ সোহরাওয়ার্দি ও বিধানচন্দ্র রায়ের মত নেতাদের গুরু এবং অনুপ্রেরণা হিসেবেও রাজনৈতিক জীবনে কৃতিত্বের পরিচয় দিয়েছেন। আরও পড়ুন- মানবিক বেদনা, সিনেমার কবি! জন্মশতবর্ষে অনন্য চলচ্চিত্র প্রতিভা ঋত্বিককে স্মরণ চিত্তরঞ্জন দাশ ছিলেন বিরল দানবীর। নিজের সম্পত্তি, অলংকার, এমনকী আয়-রোজগারও উৎসর্গ করেছিলেন মানুষের সেবায়। তাঁর নামে প্রতিষ্ঠিত চিত্তরঞ্জন সেবা সদন, চিত্তরঞ্জন হাসপাতাল মানবতার স্মারক হিসেবে আজও অম্লান। তিনি বিশ্বাস করতেন— 'মানুষের কল্যাণই ঈশ্বরের সেবা।' রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন কবি এবং সাহিত্যপ্রেমী। তাঁর রচিত গ্রন্থ — 'মালঞ্চ', 'সাগর সংগীত', 'অন্তর্যামী' — প্রমাণ করে তিনি কত গভীরভাবে মানবজীবন এবং সমাজ নিয়ে চিন্তা করতেন। তিনি 'নারায়ণ' পত্রিকা সম্পাদনা করতেন। যেখানে জাতীয় চেতনা ও সাহিত্য এক অসাধারণ সেতুবন্ধন ঘটিয়েছিল। ১৯২৫ সালের ১৬ জুন, মাত্র ৫৪ বছর বয়সে, দার্জিলিঙে তাঁর জীবনাবসান হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছিলেন— 'এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ'। নিজের জীবনযাত্রা দিয়ে দেশবন্ধু বুঝিয়ে গিয়েছিলেন, ত্যাগ, সাহস আর মানবতার পথেই গড়ে ওঠে দেশ।
Sourav Ganguly: সম্প্রতি ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ (Indian women cricket world cup) জয় করেছে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team)। ৫২ বছর পর অবশেষে ঘটেছে শাপমোচন। ফাইনাল ম্য়াচে ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার (IND W vs SA W) বিরুদ্ধে খেলতে নেমেছিল। গ্রুপ পর্বে যে প্রোটিয়া ব্রিগেডের কাছে তারা হেরে গিয়েছিল, প্রতিশোধের ফাইনালে তাদেরই ৫২ রানে দুরমুশ করে খেতাব জয় করেছে। এই সাফল্যের পর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শুভেচ্ছা জানান। আর এই একটা শুভেচ্ছাকে কেন্দ্র করেই আপাতত তোলপাড় বঙ্গ ক্রিকেট মহল। ১২ বছর আগে সৌরভের একটি মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। কোন প্রসঙ্গে কথাটি বলেছিলেন সৌরভ? ১২ বছর আগে এবিপি আনন্দ-র একটি আলোচনা সভায় এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুম্বইয়ের মেরিন ড্রাইভে এই আলোচনা সভার আয়োজন করা হয়। তখন সবেমাত্র আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এই পরিস্থিতিতে শচীন পুত্র অর্জুনের উপরই যে যাবতীয় প্রচারের আলো ছিল, তা বলাই বাহুল্য। সঙ্গে ছিল ভারতীয় ক্রিকেট সমর্থকদের প্রত্যাশার একরাশ বোঝা। তো, এই অনুষ্ঠানে টিম ইন্ডিয়ায় স্টার কিডদের উপর সমর্থকদের প্রত্যাশা এবং অযাচিত চাপ নিয়ে কথা হচ্ছিল। কথায় কথায় ওঠে অর্জুন তেন্ডুলকরের প্রসঙ্গ। ভারতীয় 'ক্রিকেট ঈশ্বর' শচীন তেন্ডুলকরের ছেলে তিনি। বাবার সাফল্যের প্রত্যাশা যে ছেলের উপরেও থাকবে সেটাই স্বাভাবিক। ১২ বছর আগের কথা না হয় বাদই দেওয়া গেল, ভারতীয় ক্রিকেটে আজ পর্যন্ত অর্জুন পায়ের নীচে ভিত শক্ত করতে পারেননি। যাইহোক, সেদিনের ওই অনুষ্ঠানে ঠিক মন্তব্য করেছিলেন সৌরভ? ওই মন্তব্যের আগে এবং পরেই বা প্রেক্ষাপট কী ছিল? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। দিনটা ছিল ২০১৩ সালের ১৩ নভেম্বর। শচীন তেন্ডুলকরের অবসর নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের নাম ছিল 'মাস্টার ম্য়াজিক'। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -- শান্তনু মৈত্র, শান, অভিজিৎ ভট্টাচার্য, আশীষ বিদ্যার্থীর মতো কৃতী ব্যক্তিত্বরা। ওই অনুষ্ঠানেই শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুনের উপর চাপ নিয়ে প্রশ্নটা উঠেছিল। সেইসময় সৌরভকে সানার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল। সানা (Sana Ganguly) যদি ক্রিকেটার হতে চায়, তাহলে কি মেনে নেবেন সৌরভ? জবাবে সেদিন সৌরভ ঠিক কী বলেছিলেন, আসুন সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। জেনে নিন, একেবারে আসল ঘটনাটি। Deepti Sharma Sucess Story: 'মেয়ে হয়ে ক্রিকেট খেলো না...', সহজ ছিল না রাস্তা, কাঁদিয়ে দেবে এই তারকা ক্রিকেটারের সাফল্যের গল্প সেদিন ওই অনুষ্ঠানের সঞ্চালক সৌরভের কাছে প্রশ্ন করেছিলেন, 'গত রবিবার অর্জুন তেন্ডুলকর ১ রানে আউট হয়েছে। সেটা নিয়েও এখানকার সমস্ত কাগজে খবর হয়েছে। কতটা চাপ থাকে এই স্টার কিডদের উপরে? সানা যদি কোনওদিন বলে যে ও ক্রিকেট খেলতে চায়, তাহলে তোমার প্রতিক্রিয়া কী হবে?' 'মেয়েদের ক্রিকেট খেলার কোনও দরকার নেই' স্টার কিডদের উপর ওই চাপ প্রসঙ্গেই সৌরভ হাসতে হাসতে বলেছিলেন, 'আমি তাকে আগে বারণ করব। কারণ, মেয়েদের ক্রিকেট খেলার কোনও দরকার নেই।' সঙ্গে সৌরভ আরও যোগ করেন, এই চাপটা কিছুদিন অবশ্য়ই থাকবে। এটাই ভবিতব্য। আমি আগে শচীন তেন্ডুলকরের একটা লেখা পড়েছিলাম। শচীন নিজেও বেশ কয়েকবার বলেছে যে অর্জুনকে ওর মতো একা ছেড়ে দাও। আর কয়েকদিনের মধ্যে সেটা হয়েও যাবে। এখন অর্জুনের উপর শচীন তেন্ডুলকরের ছায়া রয়েছে। সেকারণে ওকে অনেক অসুবিধার মুখেও পড়তে হয়। কয়েকদিন আগে অর্জুনকে বোম্বে (অধুনা মুম্বই) অনূর্ধ্ব-১৪ দলে অর্জুনকে সিলেক্ট করা হয়েছিল। তখন অন্য একজন ক্রিকেটারের মা এসে অভিযোগ করেছিলেন, তাঁর ছেলেকে নেওয়া হয়নি। শচীন তেন্ডুলকরের ছেলে বলেই অর্জুনকে দলে নেওয়া হয়েছে। ফলে এই স্টার কিড হওয়ার যেমন একটা ভাল দিক রয়েছে, ঠিক তেমনই খারাপ দিকও রয়েছে। এটা নিয়েই ওকে চলতে হবে। Kranti Goud World Cup Journey: গয়না বন্ধক রাখতে হয়েছিল মাকে, বাবা হয়েছিলেন সাসপেন্ড, তবু থামেননি ক্রান্তি, আজ তিনি বিশ্বজয়ী! অর্জুনকে কভার ড্রাইভ শিখিয়ে ছিলেন সৌরভ সৌরভ আরও বলেন, 'অর্জুন অত্যন্ত খেলা পাগল একটা ছেলে। বাঁ-হাতে ব্যাট করে। আমার এখনও মনে আছে, সালটা ছিল ২০০৭। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা খেলছিলাম। ওই টেস্ট ম্য়াাচে আমি শতরান করেছিলাম। আর শচীন বোধহয় ৮৮ রান করেছিল। আমরা যে হোটেলে ছিলাম, সেই ফ্লোরে সবার ঘরে দরজা খোলা ছিল। ৬ বছর আগে অর্জুন তখন আরও ছোট ছিল। হঠাৎ দেখি আমার ঘরে ঢুকেছে। আমাকে বলেছিল, কীভাবে কভার ড্রাইভ মারতে হয়, একটু শিখিয়ে দেবে? ও যে বাঁ-হাতে ব্যাট করে, সেটা আমি তখনও জানতাম না। একেবারে ছোট দেখেছিলাম। কোন হাতে ব্যাট ধরে, সেটা অতটা লক্ষ্য়ও করিনি। সেদিন আচমকা দেখি আমার কাছে কভার ড্রাইভ শেখার জন্য এসেছে। আমি তখন একটু মজা করে বলেছিলাম, তোমার বাবাই তো বিশ্বের সেরা ব্যাটসম্য়ান। তুমি এখানে কী করছ? জবাবে অর্জুন আমাকে বলেছিল, বাবা তো আর বাঁ হাতে ব্যাট করতে পারে না। আমি বলেছিলাম, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপর আমি শচীনকে ফোন করে বলি, কী করছ তুমি? ছেলেকে সময় দিচ্ছ না? অর্জুন আমার ঘরে বাঁ হাতে কভার ড্রাইভ শিখতে এসেছে। জবাবে শচীন আমাকে বলেছিল, আমি ওকে বহুবার শেখানোর চেষ্টা করেছি। কিন্তু, ও আমাকে বলেছে যে তুমি বাঁ হাতে ব্যাট করতে জানো না। আমি সৌরভ আঙ্কলের থেকেই শিখব।' Harmanpreet Kaur News Update: 'হারের যন্ত্রণা জানি, এবার জিততে চাই...', ফাইনালের আগে হুঙ্কার হরমনপ্রীতের এই কথা শুনেই উপস্থিত সকলে হেসে ফেলেন। সৌরভের কথায়, 'অর্জুনের মধ্যে ক্রিকেট খেলার প্রতি যথেষ্টই ভালবাসা রয়েছে। শচীন তেন্ডুলকর মাঝেমধ্যেই ইংল্যান্ডে বেড়াতে যান। ওঁর বাড়িটা ঠিক লর্ডসের পাশেই। ওঁর ছেলেকে দেখি, সারাদিন বোলিং মেশিনের সামনে দাঁড়িয়ে অনুশীলন করছে। আশা করব, ও যদি শচীন তেন্ডুলকরের ৩০ শতাংশও ক্রিকেট খেলতে পারে, তাহলে ৩০-৪০ বছর পর মনে করতে পারবে যে ও এই খেলায় সফল হতে পেরেছে। কিন্তু, অর্জুনের উপর অবশ্যই চাপ থাকবে। 'শচীন তেন্ডুলকরের ছেলে' এই তকমাটা মুছবে না।' ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নেটে অনুশীলন অর্জুনের, উঠেছিল বিতর্ক এরপর সৌরভকে জিজ্ঞাসা করা হয়, অর্জুন তো ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নেটে বোলিং অনুশীলন করে। এটা নিয়েও যথেষ্ট বিতর্ক হচ্ছে। এই ব্যাপারটাকে তিনি কীভাবে দেখছেন? জবাবে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বলেন, 'এমন জিনিস আগে কখনও হয়নি। সব ঘটনারই ব্যতিক্রম রয়েছে। এই ভেবেই গোটা বিষয়টাকে দেখা উচিত। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটা খুব একটা বড় সমস্যার কথা। কারণ, নেটে বোলিং করার জন্য আমরা অনেক সময়ই বাইরে থেকে বোলার ডাকি। টিম ইন্ডিয়ার সঙ্গে তাদের কোনও সম্পর্কই থাকে না। তারা বাইরে থেকে এসে ভারতীয় ক্রিকেটারদের সাহায্য করে। সেক্ষেত্রে একজন ক্রিকেটারের ছেলে কিংবা মেয়ে আসতেই পারে। এটা একটা বৃহত্তর পরিবার। অস্ট্রেলিয়ায় আমরা দেখেছি, বক্সিং ডে টেস্ট ম্যাচে রিকি পন্টিং তাঁর ছেলেদের নিয়ে MCG-তে ঘুরে বেড়াচ্ছে। এটা খুব একটা বড় ঘটনা নয়। নেটে এসে যদি কোনও ডিসটার্ব না করে, তাহলে তো অসুবিধে থাকার কোনও কথা নয়।' Shafali Verma: “ছোরি নে দিখা দিয়া…” — এক বাবার গর্ব, এক মেয়ের মহাকাব্যিক প্রত্যাবর্তন! বিশ্বজয়ী শেফালির অবিশ্বাস্য কামব্যাক সৌরভ আরও বলেছিলেন, 'আমার বাবা যখন সিএবি সচিব ছিলেন, সেই সময় আমি ৫ বছর বয়সে আমি নেটের সামনে দাঁড়িয়ে কেন ব্য়ারিংটনের অনুশীলন দেখতাম। এই অ্যাডভান্টেজ তো থাকবেই। তবে এটাকে অ্যাডভান্টেজ বলাও ঠিক হবে না। কারণ যে ক্রিকেটার দেশের হয়ে এত বছর ধরে খেলেছে, তার ছেলের আর কীই বা যায় আসে?' সানার মধ্যে ক্রিকেটার হওয়ার ইচ্ছে নেই : সৌরভ শেষকালে ওই অনুষ্ঠানের সঞ্চালক ফের সানার প্রসঙ্গ খুঁচিয়ে তোলেন। তখন সৌরভ বলেন, 'সানার মধ্যে আপাতত ক্রিকেটার হওয়ার কোনও ইচ্ছেই নেই। আমি যখন টেস্ট ম্য়াচ খেলতাম, ততদিন ওর কোনও আগ্রহই ছিল না। যদিও IPL-এর সময় রোজ মাঠে যেত। প্রথমবার আমাকে প্রশ্ন করেছিল, বাবা আজ কেন হারলে? এখন তো আমিও আর আইপিএল খেলি না। সেকারণেই IPL-এর উপর থেকেও ক্রমশ আগ্রহ হারাচ্ছে সানা। সবথেকে বড় কথা, ও এখন বড় হচ্ছে। একটা মেয়ে এবং ছেলের মধ্যে অনেক তফাৎ রয়েছে। দুজনের আগ্রহ আলাদা। ও নাচ শিখতে ভালবাসে। এখন অনেক কিছু করে। শেষপর্যন্ত কোনটা করবে, আমি জানি না।'
হৃদরোগে প্রয়াত অমনজ্যোতের ঠাকুমা? জল্পনা নিয়ে মুখ খুললেন বিশ্বকাপে মোড় ঘোরানো ক্যাচের নায়িকা
বিশ্বকাপ চলাকালীন হার্ট অ্যাটাক হয়েছিল অমনজ্যোতের ‘ছায়াসঙ্গী’ ঠাকুমার।
টাইফুনের তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপিন্স! ঝড়ের দোসর ভয়াবহ বৃষ্টিপাত, মৃত অন্তত ৬৬
কয়েক লক্ষ মানুষকে সরিয়ে নিয়েও মৃত্যু এড়ানো যায়নি।
পরপর ৩০ টি পুশআপ, অভিষেকের ফিটনেসে কুপোকাৎ অনুরাগীরা! দেখুন ভিডিও
এর আগে জিম লুকে নজর কেড়েছিলেন অভিষেক।
Helicopter Crashed |ত্রাণ বিলির সময় ভেঙ্গে পড়ল হেলিকপ্টার! নিহত ৬
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফিলিপিন্সের সেনা হেলিকপ্টার (Helicopter) থেকে টাইফুন-আক্রান্ত এলাকায় ত্রাণ বিলি করা হচ্ছিল। ওই সময় সেই হেলিকপ্টারই ভেঙ্গে (Helicopter Crashed) পড়ল। মর্মান্তিক এই দুর্ঘটনাটি হয়েছে মঙ্গলবার। ফিলিপিন্সের (Philippines) সেনা বাহিনী জানিয়েছে, ভেঙে পড়ার পরেই ওই হেলিকপ্টারে আগুন লেগে যায়। ফলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে হেলিকপ্টারে থাকা ছয়জনের। মিন্দানাও দ্বীপে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে […] The post Helicopter Crashed | ত্রাণ বিলির সময় ভেঙ্গে পড়ল হেলিকপ্টার! নিহত ৬ appeared first on Uttarbanga Sambad .
MGNREGA: তিন বছর পর গ্রামে ফিরছে রোজগার, বিশেষ শর্তে বাংলায় ফের শুরু হতে পারে ১০০ দিনের কাজ
MGNREGS resumption: সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার কয়েক দিন পরই পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGS) পুনরায় চালুর বিষয়ে ‘বিশেষ শর্তে’ বিবেচনা শুরু করেছে কেন্দ্রের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক (MoRD) — এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় সূত্রে। সুপ্রিম কোর্টে পরাজয়ের পর নড়েচড়ে বসল কেন্দ্র গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট কেন্দ্রের বিশেষ অনুমতির আবেদন (SLP) খারিজ করে দেয়। এই আবেদনটি করা হয়েছিল ১৮ জুন কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, যেখানে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গে ২০২৫ সালের ১ আগস্ট থেকে ১০০ দিনের কাজ প্রকল্প পুনরায় চালু করতে হবে। তবে কেন্দ্র চাইলে বিশেষ শর্ত আরোপ করতে পারে বলেও উল্লেখ করেছিল হাইকোর্ট। আরও পড়ুন- West Bengal News Live Updates: ভোটের আগে ভোটার যাচাই! 'ভুল চলবে না', আজ উত্তরবঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়কে (PMO) জানায় যে, পশ্চিমবঙ্গে প্রকল্পটি ‘বিশেষ শর্তে পুনরায় চালুর’ বিষয়ে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী দপ্তরও এই বিষয়ে মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। আরও পড়ুন- West Bengal Weather Update: নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় তিন বছর ধরে স্থগিত ১০০ দিনের কাজ উল্লেখ্য, ২০২২ সালের ৯ মার্চ থেকে পশ্চিমবঙ্গে MGNREGS প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্র। MGNREGA আইন ২০০৫-এর ধারা ২৭ অনুযায়ী, “কেন্দ্রের নির্দেশ না মানার” কারণে তহবিল রোধ করা হয়েছিল। তারপর থেকে রাজ্যে কোনও কাজ হয়নি এই প্রকল্পের আওতায়। আরও পড়ুন- Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ীর? দাবি সুকান্ত মজুমদারের পোস্টে! বিপুল সংখ্যক শ্রমিক ক্ষতিগ্রস্ত প্রকল্পটি বন্ধ হওয়ার আগে, ২০১৪-১৫ থেকে ২০২১-২২ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ৫১ লক্ষ থেকে ৮০ লক্ষ পরিবার এই কর্মসংস্থান প্রকল্পের সুবিধা পেতেন। টানা তিন বছর এই প্রকল্প বন্ধ থাকায় রাজ্যের বিপুল সংখ্যক গ্রামীণ শ্রমিক কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। আরও পড়ুন- Mamata Banerjee: “২ কোটি নাম বাদ গেলে BJP সরকার ভেঙে দেব!”, SIR ইস্যুতে মমতার হুঁশিয়ারিতে তোলপাড় রাজ্য রাজনীতি তৃণমূলের দাবি ও কেন্দ্রের অবস্থান তৃণমূল কংগ্রেস-নেতৃত্বাধীন রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই কেন্দ্রকে অনুরোধ করে আসছিল এই প্রকল্প পুনরায় চালু করার জন্য। হাইকোর্টের নির্দেশের পর কেন্দ্র সুপ্রিম কোর্টে আপিল করলেও সেটি খারিজ হয়। ফলে এখন কেন্দ্রের হাতে একমাত্র পথ — ‘বিশেষ শর্তে পুনরায় চালু’ করা।

27 C