উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন (Bangladesh Election 2026)। কিন্তু ভোটের আগেই ওপার বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জুলাই সনদ নিয়ে গণভোটের আবহে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। এই পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনের (Indian High Commission) কর্মীদের পরিবারকে দেশে ফিরিয়ে আনার পরামর্শ দিল ভারতের বিদেশ মন্ত্রক। সূত্র মারফত […] The post Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন appeared first on Uttarbanga Sambad .
জল্পনাতেই সিলমোহর, কোস্টারিকাকে বিশ্বকাপ খেলানো অ্যামেলিয়া এবার ভারতের দায়িত্বে
২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত কোস্টারিকার মহিলা দলকে কোচিং করিয়েছেন অ্যামেলিয়া। তাঁর কোচিংয়েই প্রথমবার মহিলাদের বিশ্বকাপে খেলতে নামে কোস্টারিকা।
কালান্তার ( ২১ জানুয়ারী ২০২৬ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
২১ জানুয়ারি রাশিফল: নতুন সুযোগ বৃষ-মিথুনের! বিপদের ইঙ্গিত কোন রাশির?
জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আজকের রাশিফল (Ajker Rashifal)।
ভোটের আগে রাজ্যে ‘ডেলি প্যাসেঞ্জারি’মোদির! প্রধানমন্ত্রীর গুচ্ছ সভার আবেদন বঙ্গ বিজেপির
ইতিমধ্যেই ৬টি সভা করেছেন মোদি। আরও কত সভা তাঁকে দিয়ে করাতে চায় বিজেপি?
Top 5 Sports News, 20 January: দিল্লির জয় থেকে সাইনার অবসর! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর
Top 5 Sports News Highlights: মঙ্গলবার (২০ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, চলতি মহিলা প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, ব্যাডমিন্টন থেকে অবসরের কথা ঘোষণা করেছেন সাইনা নেহওয়াল। এদিকে আবার কোচ গৌতম গম্ভীরের সঙ্গে গ্রেগ চ্যাপেলের চলছে তুল্যমূল্য বিচার। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর। দ্বিতীয় জয় দিল্লির মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করল দিল্লি ক্যাপিটালস। দিল্লির অধিনায়ক জেমিমা রডরিগস ৫১ রানে অপরাজিত রইলেন। সত্যি কথা বলতে কী, তিনি ম্য়াচজয়ী ইনিংস খেলেন। চলতি টুর্নামেন্টে এটা দিল্লির দ্বিতীয় জয়। অন্যদিকে, মুম্বই ৬ ম্য়াচের মধ্যে চতুর্থ পরাজয় স্বীকার করল। পড়ে নিন বিস্তারিত: MI-W vs DC-W, WPL 2026 Highlights: দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের, বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা সাইনার অবসর ভারতের তারকা মহিলা শাটলার সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন থেকে অবসর গ্রহণ করেছেন। গত ২ বছরে তিনি একাধিকবার চোটে আক্রান্ত হয়েছিলেন। বিশেষ করে ভুগছিলেন হাঁটুর সমস্যায়। এবার সাইনা জানালেন, আন্তর্জাতিক স্তরের চাপ আর তিনি গ্রহণ করতে পারছেন না। উল্লেখ্য, ২০১২ সালে ব্রোঞ্জ় পদক জয় করেছিলেন সাইনা। তবে ২০২৩ সালে সিঙ্গাপুর ওপেনে তাঁকে শেষবার প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দেখতে পাওয়া গিয়েছিল। যদিও সেইসময় তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেননি। পড়ে নিন বিস্তারিত: Saina Nehwal Retirement: কেন আচমকা অবসর গ্রহণ করলেন সাইনা? সামনে এল আসল কারণ গম্ভীরের সঙ্গে চ্যাপেলের তুলনা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। টিম ইন্ডিয়ার সমর্থকরা এবার দলের হেড কোচ গৌতম গম্ভীরের পদত্যাগ দাবি করছেন। টেস্ট এবং ওয়ানডে ফরম্য়াটে টিম ইন্ডিয়ার রেকর্ড গম্ভীরের কোচিংয়ে বেশ খারাপ। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত তাঁর সঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের তুলনা টানতে শুরু করেছেন। পরিসংখ্যান বলছে, একটি ফরম্য়াটে তো চ্যাপেল সাহেবের থেকেও রেকর্ড খারাপ 'গুরু' গম্ভীরের। আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক। পড়ে নিন বিস্তারিত: Gautam Gambhir Latest News: গ্রেগ চ্যাপেলের থেকেও খারাপ কোচ গৌতম গম্ভীর? পরিসংখ্যান দেখলে চোখ উঠবে কপালে লিজ়েলের বিতর্কিত আউট দিল্লি ক্যাপিটালসের ব্যাটার লিজ়েল লি'র আউট নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। লি'কে আউট দেওয়ার আগে তৃতীয় আম্পায়ার অনেকটা সময় গ্রহণ করেছিলেন। অবশেষে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার (২০ জানুয়ারি) বরোদায় দিল্লি ক্যাপিটাল এবং মুম্বই ইন্ডিয়ান্স ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের ত্রয়োদশ ম্য়াচ খেলতে নেমেছে। আর এই আউটের পরই গোটা ম্য়াচের হাওয়া গরম হয়ে উঠেছে। পড়ে নিন বিস্তারিত: Lizelle Lee Out Controversy: আদৌ আউট ছিলেন লিজ়েল লি? আম্পায়ারের 'বিতর্কিত' সিদ্ধান্তে একাধিক প্রশ্ন বাড়তে চলেছে বিশ্বকাপ দেখার খরচ ভারতের ক্রিকেট দল বর্তমানে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে। ওয়ানডে সিরিজের পর আপাতত সকলের নজর টি-২০ সিরিজের উপর রয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই সিরিজ। এই সিরিজের সরাসরি সম্প্রচার জিও হটস্টারে করা হবে। তবে এই ম্য়াচ দেখার জন্য ফ্যানেদের সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হয়। তবে এই সিরিজের মাঝপথেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা একটা বড়সড় ধাক্কা খেল। যদি আগামীদিনেও এই জিও হটস্টারেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা লাইভ খেলা দেখতে চান, তাহলে আরও বেশি পরিমাণে পকেট খালি করতে হবে। জিও হটস্টারের পক্ষ থেকে নতুন প্ল্যান ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে এই প্ল্যান লাগু হয়ে যাবে। পড়ে নিন বিস্তারিত: ICC T20I World Cup 2026, JIO Hotstar Plans: আর নয় ফ্রি'তে, হটস্টারে বিশ্বকাপ দেখতে হলে গুনতে হবে মোটা অঙ্কের টাকা! আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।
অনুমতি ছাড়াই কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে তদন্ত করতে পারে রাজ্য, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
অভিযোগ উঠছে, বিরোধীদের দমন করতে তদন্তের নামে হেনস্তা করছে কেন্দ্রীয় সরকার। এবার সেই একই অস্ত্র পেয়ে গেল রাজ্যগুলিও। ফলে এবার থেকে আরও সাবধানতার সঙ্গে কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও।
পুরুলিয়ায় SIR আতঙ্কে আত্মঘাতী আদিবাসী বৃদ্ধ, কমিশনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা পুলিশের
এসআইআর আতঙ্কে পুরুলিয়ার পাড়ায় ৮২ বছরের বৃদ্ধের আত্মহত্যার ঘটনায় নির্বাচন কমিশনের নামে মামলা রুজু করল পুরুলিয়ার পাড়া থানার পুলিশ।
SIR: এরপর বুথে ঢুকে TMC-র গুন্ডারা প্যারা মিলিটারীদের মারবে: অর্জুন
North 24 Pargana: এখানে উল্লেখ্য, এসআইআর-এর ফর্ম ৭ জমা নিয়ে জেলায়-জেলায় কম অশান্তি হচ্ছে না। কখনও তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছেন, কখনও আবার তাঁদের বিরুদ্ধে ফর্ম ৭ কেড়ে নিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। কেউ-কেউ আবার সোজাসাপ্টা বলেই দিচ্ছেন, 'শুনানি চলতে দেব না'।
Lizelle Lee Out Controversy: আদৌ আউট ছিলেন লিজ়েল লি? আম্পায়ারের 'বিতর্কিত' সিদ্ধান্তে একাধিক প্রশ্ন
Lizelle Lee: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ব্যাটার লিজ়েল লি'র আউট নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। লি'কে আউট দেওয়ার আগে তৃতীয় আম্পায়ার অনেকটা সময় গ্রহণ করেছিলেন। অবশেষে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার (২০ জানুয়ারি) বরোদায় দিল্লি ক্যাপিটাল এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ২০২৬ মহিলা প্রিমিয়ার (WPL 2026) লিগের ত্রয়োদশ ম্য়াচ খেলতে নেমেছে। আর এই আউটের পরই গোটা ম্য়াচের হাওয়া গরম হয়ে উঠেছে। আরও পড়ুন: MI-W vs DC-W, WPL 2026 Live: এবার আউট লিজ়েল লি, দিল্লির দ্বিতীয় উইকেটের পতন তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পর দক্ষিণ আফ্রিকার এই ব্য়াটার স্বাভাবিকভাবে অত্যন্ত হতাশ হয়ে পড়েন। বলা ভাল, তিনি রেগেমেগে ডাগ-আউটের দিকে এগিয়ে যান। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস জয়ের জন্য ১৫৫ রান তাড়া করছে। এরমধ্যে লি ২৮ বলে ৪৬ রান করলেন। আরও পড়ুন: Who Is Deeya Yadav: বয়স মাত্র ১৬, ব্যাট হাতে ধামাকা! দিল্লি ক্যাপিটালসের এই 'অগ্নিকন্যাকে চেনেন? কী হয়েছিল ঘটনাটি? ইনিংসের একাদশ ওভারে বল করতে এসেছিলেন আমনজ্যোৎ কৌর। তিনি লেগ সাইডে একটু ওয়াইড ডেলিভারি করেন। সেই বল সংগ্রহ করেন উইকেটকিপার রাহিলা ফিরদৌস। লি বলটি মারার জন্য় ক্রিজ থেকে বেরিয়ে এলেও ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি। অবশেষে স্টাম্প আউট হয়ে তাঁকে ফিরে যেতে হয়। আরও পড়ুন: Lizelle Lee Catch Viral Video: বয়স ৩৩, বাজপাখির ক্ষিপ্রতা! দুরন্ত ক্যাচে নজর কাড়লেন এই প্রোটিয়া উইকেটকিপার ক্রিজ়ের বাইরে ছিলেন লি। তিনি যেনতেন প্রকারেণ ব্য়াটটা ক্রিজের মধ্যে ঢোকাতে চেয়েছিলেন। কিন্তু লি'র ব্য়াট যখন হাওয়ায় ছিল, সেইসময় রাহিলা বেল ফেলে দেন। যদিও সঙ্গে সঙ্গে বেলের উপর আলো জ্বলেনি। আরও পড়ুন: WPL 2026, DC vs UPW Highlights: তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল দিল্লি, এখনও খাতা খুলল না ইউপি-র এরপর সাইড রিপ্লে পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, বেলের আলো জ্বলার আগেই লি'র ব্যাট ক্রিজ়ের মধ্যে চলে এসেছিল। এরপর ফ্রন্ট ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। তখন দেখা যায়, বেলের স্থানচ্যুতি এবং আলো জ্বলার মধ্যে ১ সেকেন্ডের ফারাক ছিল। আর এই সময়ের মধ্যেই লি'র ব্যাট মাটি স্পর্শ করে ফেলেছিল। যদিও শেষপর্যন্ত তৃতীয় আম্পায়ার মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষেই সিদ্ধান্ত দেন। আউট হয়ে লি'কে ফিরে যেতে হয়।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর (SIR Hearing) শুনানিতে সাধারণ মানুষের হয়রানি রুখতে এবার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে জেলাশাসকদের (District Magistrate) বৈঠকে আকস্মিকভাবে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন (Supreme Court Guidelines) মেনেই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনওভাবেই […] The post Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর appeared first on Uttarbanga Sambad .
মোদীর মুখে শুনেছিলেন, এই সেই হ্যান্টা কালী… কোথায় আছে জানেন?
‘জয় মা মনষ্কামনা, জয় মা হ্যান্টা কালী’, গত শনিবার বঙ্গ সফরে এই দুটি নাম বলেই বক্তব্য শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তোলেন, আদৌ হ্যান্টা কালী নামে কেউ আছেন? নাকি উচ্চারনে ভুল করে ফেললেন প্রধানমন্ত্রী?
Mamata Banerjee: এসআইআর-এর সহযোগিতার বদলে উস্কানি দিচ্ছেন মমতা দাবি কমিশনের। তাঁর প্ররোচনার পরেরদিনই চাকুলিয়ার বিডিও অফিসে সাতশো দুষ্কৃতীর তাণ্ডব হয়েছে। তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়কদের বিরুদ্ধে ভয়ের বাতাবরণ তৈরির অভিযোগ কমিশনের।
কবরের মাটি এনে প্রমাণ দিচ্ছেন তাঁরা এদেশেরই লোক!
সালেকের অভিযোগ, সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাঁর পুরো পরিবারকে নোটিশ পাঠিয়েছে। শুনানির নামে দিনের পর দিন তাঁদের হয়রানি করা হচ্ছে। ক্ষোভ উগড়ে দিয়ে ওই যুবক বলেন, তাঁরা যে এই দেশেরই মানুষ, তাঁরা যে ভারতীয় তা প্রমাণ করতেই তিনি দাদুর কবরের মাটি সঙ্গে এনেছেন। মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা।
তড়িঘড়ি শমীক, সুকান্তদের সঙ্গে বৈঠক নিতিনের
মনোনয়ন জমা দেওয়ার পর সোমবার রাতেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী, সুনীল বনসল, মঙ্গল পান্ডে এবং অমিত মালব্য়র সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে নেন নিতিন নবীন।সূত্রের খবর, সভাপতি নির্বাচিত হওয়ার পর চলতি মাসেই বাংলায় আসতে পারেন নবীন। রাজ্য সংগঠনের সব স্তরের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন নতুন সভাপতি।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর এসআইআর (SIR in West Bengal) শুনানির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বলে জানাল নির্বাচন কমিশন। আগামী ৭ ফেব্রুয়ারি শুনানির শেষ দিন। ওই মাসের ১৪ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে। তবে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসা […] The post SIR in West Bengal | এসআইআর শুনানিতে আরও সময়! সুপ্রিম নির্দেশে সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছোতে পারে চূড়ান্ত তালিকাপ্রকাশ appeared first on Uttarbanga Sambad .
হঠাত্ হাসপাতালে ভর্তি রণিতা, এখন কেমন আছেন ‘বাহামণি’?
টেলিভিশনের ‘বাহামণি’ হঠাৎ হাসপাতালে। বাংলা ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ রণিতা দাস। ওই মুহূর্তে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে কাজ করছেন তিনি। খবর হলো, শুটিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। বমি, মাথার যন্ত্রণা এসব লক্ষণ ছিল। দেরি না করে শহরের এক বেসরকারি হাসপাতালে পৌঁছে যান রণিতা। তাঁকে পরিচিত মানুষরাই সেখানে নিয়ে গিয়েছেন।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের পাওয়ার স্ট্রাকচারে (BCCI Central Contract) এক ঐতিহাসিক বদলের ইঙ্গিত মিলছে। ২০২৬–২৭ মরসুমের জন্য বিসিসিআই (BCCI)-এর বার্ষিক কেন্দ্রীয় চুক্তি বা সেন্ট্রাল কন্ট্রাক্ট তালিকায় এমন কিছু রদবদল হতে পারে, যা গত এক দশকে দেখা যায়নি। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ—বিরাট কোহলি ও রোহিত শর্মা (Virat Kohli, Rohit Sharma)। […] The post BCCI Central Contract | কোহলি-রোহিত জমানার অবসান! বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বড় ধাক্কা খেতে চলেছেন দুই মহাতারকা appeared first on Uttarbanga Sambad .
সেন্সরের আগের ‘দেশু’র টিকিট বিক্রিতে বিতর্ক, দেব বললেন, ‘সকলের গর্বিত হওয়া উচিত’
মুক্তির আগে দেব-শুভশ্রীর নামহীন ছবি বুক মাই শোতে আপলোড হতেই ইন্ডাস্ট্রির অন্দরে রীতিমতো শোরগোল তুঙ্গে।
বোমায় ঝলসে গেল হাত, ভোটের আগে এ কী অবস্থা দেখুন
অভিযোগ অস্বীকার করে আইএসএফ নেতা মালেক মোল্লার দাবি, তৃণমূলকর্মীরা এলাকা অশান্ত করার জন্য বোমা নিয়ে ঘুরছিল তাতেই আহত হয়েছেন। এতে আইএসএফ জড়িত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ।
নিপার উৎস এখনও অজানা! আক্রান্ত দুই নার্সের স্বাস্থ্যের উন্নতি, জানাল রাজ্য
নিপা আক্রান্ত দুই নার্স এখন বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের সংস্পর্শে আসা সবাইকেই কোয়ারাইন্টাইনে রাখা হয়েছে। সোয়াব টেস্ট করানো হয়েছে। যদিও সব রিপোর্টই নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর।
Purbasthali: এখানেই শেষ নয়, আরও অভিযোগ,CPIM কর্মীদের মোবাইলে তোলা ঘটনার ভিডিয়ো ডিলিট করে দেন। এমনকী, মোবাইল ছুড়ে ফেলে দেয় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। যদিও এই ঘটনার পর CPIM তাদের ডেপুটেশন চালিয়ে যায়।
সুপ্রিম নির্দেশ মেনে শুনানি হচ্ছে তো? ভোটার হয়রানি রুখতে জেলাশাসকদের নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর
জেলাশাসকদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে আচমকা হাজির মুখ্যমন্ত্রী। তিনি কী নির্দেশ দিলেন জেলাশাসকদের?
PM Modi: মোদীর ম্যাজিকে বিশ্বমঞ্চে অসমের বাগুরুম্বা, ডিজিটাল দুনিয়ায় ভিউ ছাড়িয়ে গেল ২০ কোটির গণ্ডি
Assam's Bagurumba Dance: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগেই হয়েছিল এই বিশাল আয়োজন। গত ১৮ জানুয়ারি গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে বসে ‘বাগুরুম্বা ধৌ’ নৃত্যের আসর। অনুষ্ঠানটি কেবল একটি সাংস্কৃতিক সমাবেশ নয়, বরং বিশ্ব রেকর্ডের লক্ষ্যে এক বিশাল মহোৎসবে পরিণত হয়েছিল।
হাতের পাতায় ‘আই লাভ ইউ’লিখে আত্মঘাতী বিশেষ ভাবে সক্ষম তরুণী! চাঞ্চল্য নাসিকে
পরিবারের হাহাকার, ''ও ছিল আমাদের ভবিষ্যৎ।''
পুরুষের জরায়ু, ঠিকমতো কাজও করছে! মধ্যপ্রদেশের যুবকের ল্যাব রিপোর্টে হইচই, ব্যাপারটা কী?
পুরুষের শরীরে আদৌ জরায়ু সম্ভব? কী বলছেন বিশেষজ্ঞরা?
হাতে সিগারেট, গাড়ি ছুটছে ১৪০ কিমিতে! জন্মদিনের দুঃসাহসিক সফর প্রাণ কাড়ল ৪ বন্ধুর
দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ক্যামেরাবন্দি করা সেই ভিডিওতে দেখা গিয়েছে, একহাতে সিগারেট নিয়ে গাড়ি চালাচ্ছেন এক যুবক। গাড়ির গতি ১০০, ১২০ থেকে হঠাৎ সোজা পৌঁছে যায় ১৪০-এ।
Hiran Chatterjee Marriage: ‘ডিভোর্সই হয়নি’, তবু দ্বিতীয় বিয়ে! হিরণকে ঘিরে তোলপাড়
ঠিক যেন সিনেমার দৃশ্যের মতো! বেনারসের ঘাটে গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টলিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে নিজেই ভাগ করে নিলেন সেই মুহূর্তের ছবি। সিঁদুর দান, মঙ্গলসূত্র পরানো, আর পাশে লাল বেনারসিতে টুকটুকে নববধূ ঋত্বিকা গিরি। পেশায় মডেল ঋত্বিকার সঙ্গে এই বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই যেন ঝড় উঠল বিনোদন দুনিয়া ও রাজনৈতিক মহলে। বেনারসের ঘাটে দাঁড়িয়ে গঙ্গার সামনে শপথ, একদিকে পবিত্রতার আবহ, অন্যদিকে রহস্যের ঘনঘটা। হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে ‘হিরো হিরণ’-এর এই বিয়ে (Hiran Chatterjee Marriage) প্রথমে অনেকের কাছেই ছিল রোম্যান্টিক সারপ্রাইজ। কিন্তু সেই সারপ্রাইজ দ্রুতই বদলে গেল বিস্ফোরক বিতর্কে। কারণ বিয়ের ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই সামনে এল তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতার বক্তব্য, যা পুরো ঘটনাকে অন্য মোড়ে নিয়ে গেল। আরও পড়ুন: “পরিহাসের উত্তর দিতে নেই”, স্বরূপের মন্তব্যে অনির্বাণের প্রতিক্রিয়া অনিন্দিতা জানালেন, হিরণ চট্টোপাধ্যায় এখনও তাঁর স্বামী। তাঁদের বিয়ে হয়েছিল ২০০০ সালের ১১ই ডিসেম্বর। অর্থাৎ, গত মাসেই পূর্ণ হয়েছে তাঁদের বিবাহিত জীবনের ২৫ বছর। রূপালি পর্দার নায়কের জীবনের এই দীর্ঘ সম্পর্কের কথা সামনে আসতেই প্রশ্ন উঠছে তাহলে দ্বিতীয় বিয়ে কীভাবে সম্ভব? অনিন্দিতার দাবি আরও বিস্ময়কর। তিনি বলেন, “ডিভোর্স তো দূরের কথা, ডিভোর্সের প্রক্রিয়াও শুরু হয়নি আমাদের মধ্যে।” অনিন্দিতা আরও জানান, আমাদের মেয়ের বয়স ১৯। গত ২-৩ বছর ধরে আমি ও আমার মেয়ে দু’জনেই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। তিনি বলেন, “আজ বাড়ি ফিরে দেখি মেয়ের চোখ দুটো ফুলে আছে। বোঝাই যাচ্ছে, কতটা কষ্ট চেপে রাখতে হচ্ছে একটা অল্পবয়সী মেয়েকে। আমাদের ডিভোর্স হয়ে গেলে হয়তো স্বামী-স্ত্রীর সম্পর্ক শেষ হবে, আলাদা হয়ে যাওয়াও সম্ভব। কিন্তু মেয়ের জীবন থেকে বাবার পরিচয় তো আর মুছে যাবে না। বাবার নাম, বাবার পরিচয়, বাবাকে ঘিরে এই যন্ত্রণা সারাজীবনের সঙ্গী হয়ে থাকবে। আমার মেয়ের জন্য সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। এত বাজে বাবা কারোর হতে পারে!” আমার মনে হয় পাওয়ার পেয়ে গেলেই মানুষের বাড় বেড়ে ওঠে। এই লোকটার থেকে দূরে থাকায় আমি ও আমার মেয়ে দুজনের জন্য ভালো। আরও পড়ুন: “হ্যাঁ, তিনি তো আছেন এখনও, আমাদের অপু অপরাজিত”, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে পরমব্রতর আবেগঘন প্রণাম
Mamata Banerjee: ‘কারও ভয় পাওয়ার কোনও দরকার নেই, সরকার পাশে আছে’, DM-দের বার্তা মমতার
CM Mamata banerjee: জানা যাচ্ছে, এদিনের বৈঠকে সব জেলাশাসকরা মোবাইল বাইরে রেখে ভিতরে ঢোকেন। নির্বাচনের আগে চলছিল উন্নয়নমূলক আলোচনা। সূত্রের খবর, সেই বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী আসেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ডিএম-দের একাধিক নির্দেশ দেন। তিনি জানান যে, সুপ্রিম কোর্টের সব রায় মেনে এসআইআর করতে হবে।
Uttar Dinajpur |গোতিতে বর্ষায় স্কুল যাওয়া বন্ধ, প্রশাসন উদাসীন, চাঁদা তুলে সাঁকো তৈরি গ্রামবাসীর
মহম্মদ আশরাফুল হক, গোয়ালপোখর: উদ্দেশ্য ছিল, সেতু নির্মাণ হবে পিতানুর ওপর। যদিও, শুধুমাত্র দুটো পিলার আর তার মাঝের অংশে কংক্রিটের ছাদটুকু হয়েছে। গ্রামবাসীদের কেউ বলছেন, দশ বছর আগে অর্ধনির্মিত অবস্থায় বন্ধ হয়ে গিয়েছে কাজ। কারও দাবি, তারও বেশি সময় ধরে এমন অবস্থা। ছবিটা উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার গোয়ালপোখর (Goalpokhar)-১ ব্লকের গোতি গ্রাম পঞ্চায়েতের। নদীর […] The post Uttar Dinajpur | গোতিতে বর্ষায় স্কুল যাওয়া বন্ধ, প্রশাসন উদাসীন, চাঁদা তুলে সাঁকো তৈরি গ্রামবাসীর appeared first on Uttarbanga Sambad .
বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল! ট্র্যাপ ক্যামেরায় ছবি ধরা পড়তেই বাড়ল নিরাপত্তা, উচ্ছ্বসিত বন কর্তারা
সেই গণনার অঙ্গ হিসেবেই বক্সাতে ২৫০ টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। আর তাতেই গত ১৫ জানুয়ারি একটি পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে।
আইএফএ-র তলবে দোষ স্বীকার, এবার শাস্তির মুখে মেসি ম্যাচের রেফারিরা
গত ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেস মেসি। ওইদিন যুবভারতীতে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল।
Malda |মালদায় খুশির হাওয়া, হরিশ্চন্দ্রপুর ও ভালুকায় ৩টি দূরপাল্লার ট্রেনের স্টপেজ
হরিশ্চন্দ্রপুর: শনিবার মালদা টাউন স্টেশন (Malda Town Station) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম অমৃত ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন। পাশাপাশি, মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর ও ভালুকা স্টেশনে ৩টি দূরপাল্লার ট্রেনের স্টপ মিলতে চলেছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী রাধিকাপুর-বেঙ্গালুরুগামী সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের সূচনা করেছেন। এটির হরিশ্চন্দ্রপুর স্টেশনে স্টপ দেওয়া হয়েছে। অন্যদিকে, সপ্তাহে ৩ দিন পরীক্ষামূলক […] The post Malda | মালদায় খুশির হাওয়া, হরিশ্চন্দ্রপুর ও ভালুকায় ৩টি দূরপাল্লার ট্রেনের স্টপেজ appeared first on Uttarbanga Sambad .
বাংলাদেশের তিস্তা প্রকল্পে চিনের আধিকারিকরা! ঢিল ছোড়া দূরত্ব ‘চিকেনস নেক’-এ বাড়ল আরও নিরাপত্তা
'চিকেনস নেক' অর্থাৎ 'শিলিগুড়ি করিডর'-এর অদূরে সমীক্ষা চিনের! সম্প্রতি রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত এই তিস্তা প্রকল্পের এলাকা। এর পূর্ব দিকে সীমান্তের এপারে 'চিকেনস নেক' অর্থাৎ 'শিলিগুড়ি করিডর'।
Protest in Jalpaiguri: তপ্ত হয়ে ওঠে মঙ্গলবার দুপুর। তৃণমূলের এসসি ওবিসি (SC/OBC) সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে কয়েক হাজার কর্মী-সমর্থক বিডিও অফিস ঘেরাও করে ফেলে। সরাসরি বিডিও মিহির কর্মকারের ঘরে ঢুকে পড়েন।
ফের গাঁটছড়া বেঁধেছেন হিরণ, ‘মেয়ের বয়সিকে বিয়ে…’, বিস্ফোরক প্রথম স্ত্রী
এদিন হিরণের বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খোলেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। সেখানেই তিনি বলেছেন যে, সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমেই এদিন নাকি হিরণের বিয়ের বিষয়টি জানতে পেরেছেন তিনি।
TMC: গত নভেম্বর মাসে আগের অঞ্চল কমিটি গুলিকে ভেঙে দিয়ে জলপাইগুড়ি জেলায় তৃণমূলের বিভিন্ন অঞ্চলে নতুন অঞ্চল কমিটি গঠন করা হয়। সেই মতো বাহাদুর অঞ্চলেও নতুন কমিটি ঘোষনা করা হয়। নতুন অঞ্চল কমিটিতে পুরনোদের বাদ দিয়ে নতুন করে অঞ্চল কমিটি করা হয়।
জসিমুদ্দিন আহম্মদ, মালদা: চলতি মাসে মৌসম বেনজির নুরের (Mausam Noor) প্রত্যাবর্তনের পর থেকেই কংগ্রেস বলে আসছিল তাঁকে সামনে রেখে ভোটের আগে ঘুঁটি সাজানোর কথা। তবে রাজনৈতিক কৌশল কী হবে, সেব্যাপারে গত ৩ সপ্তাহে খোলসা করে কিছু বলা হয়নি দলের তরফে। এবার বিধানসভা ভোটের আগে মালদাজুড়ে দলের একাধিক কর্মসূচির কথা জানিয়েছে কংগ্রেস। বিভিন্ন ইস্যুতে ব্লকে ব্লকে […] The post Malda News | মৌসমকে সামনে রেখেই মালদায় ঘুরে দাঁড়ানোর ছক কংগ্রেসের, বিমানবন্দর ইস্যুতে ৩১ জানুয়ারি বড় আন্দোলনের ডাক appeared first on Uttarbanga Sambad .
শিয়ালদহ-সাঁতরাগাছি থেকে ছাড়বে দু’টি নতুন অমৃত ভারত, কবে শুরু যাত্রা? জানুন সময়সূচি
ট্রেনটি দু'টিতে জেনারেল, সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাস থাকবে। শিয়ালদহ ও সাঁতরাগাছি থেকে দু'টি নতুন অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করা হয়েছে। একটি ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে। যাবে বারাণসী।
প্রায় চার দশক ধরে একসঙ্গে পথ চলা অর্চনা পুরান সিং ও পারমিত শেঠির। আর তাঁদের প্রেমকাহিনি নিয়ে ফের আলোচনায়। সম্প্রতি নিজেদের ইউটিউব চ্যানেলে শেয়ার করা এক ভিডিওতে, এই তারকা দম্পতি একটি ডেটে বেরিয়ে অকপটে স্মৃতিচারণ করেন তাঁদের সম্পর্কের শুরু নিয়ে। অবাক করা বিষয়, তাঁরা নিজেরাই স্বীকার করেছেন- এই সম্পর্কের সূচনা হয়েছিল একটি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’- হিসেবেই, যা ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নেয়। প্রথম দেখা, প্রথম ফোন অর্চনা ও পারমিতের প্রথম দেখা হয় ১৯৮৮ সালে, এক বন্ধুর বাড়িতে। যদিও সেদিন তেমন কথা হয়নি, পরে একই বন্ধুদের সঙ্গে একটি ক্লাবে যাওয়ার সময় তাঁদের আলাপ জমে ওঠে। পরদিন অর্চনা অপেক্ষা করছিলেন ফোনের জন্য। আর পারমিত সেই ফোন-ই করেছিলেন। সেখান থেকেই শুরু নিয়মিত কথা বলা।পারমিত স্মরণ করেন, “এটা আসলে একটা ফ্লিং হওয়ার কথা ছিল, একটা ওয়ান নাইট স্ট্যান্ড।” অর্চনাও হেসে বলেন, “হ্যাঁ, খুবই সাধারণ একটা শুরু ছিল।” Anirban Bhattacharya: ‘আমি মুরগী হলাম’ অনির্বাণের পোস্টে তোলপাড়, দেশু ৭ জল্পনার মাঝেই বার্তা? দুজনেই তখন সদ্য আগের সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছেন। অর্চনা বলেন, “আমরা স্পষ্ট করে একে অপরকে বলেছিলাম, এটা কোনো সিরিয়াস সম্পর্ক নয়।” অন্যদিকে পারমিতের দাবি, “আমরা প্রায় প্রতিদিনই একে অপরকে মনে করিয়ে দিতাম- এটা গুরুতর কিছু নয়।” তবে বাস্তবতা ছিল অন্যরকম। ধীরে ধীরে তাঁরা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। জনপ্রিয় অর্চনা, অনিশ্চিত পারমিত তখন অর্চনা ‘জলওয়া’ ছবির মাধ্যমে জনপ্রিয় মুখ। পারমিত স্বীকার করেন, “তুমি তখন হট অ্যান্ড হ্যাপেনিং। আমি ভেবেছিলাম, তুমি আমার নাগালের বাইরে।” এই অসমতা সত্ত্বেও সম্পর্ক এগিয়ে যায়। যদিও অর্চনা হাসতে হাসতে জানান, পারমিত নিয়ম করে তিনটি লাল গোলাপ এনে বলতেন, ‘আমি তোমাকে ভালোবাসি’। মজার ব্যাপার, সেই গোলাপ কিনতেও পারমিতকে টাকা ধার নিতে হতো অর্চনার কাছ থেকেই। তাঁর কথায়, “একদিন আমি বলেই ফেললাম, গোলাপ কেনা বন্ধ করো। Dev-Raj: 'বেশ করেছে দেব...', ঘাটালে মেগাস্টারের সঙ্গে রুক্মিণী, রাজ যা বললেন... সম্পর্কের শুরুর দিকে একবার অর্চনার সামনে ভুল করে প্রাক্তন প্রেমিকার নাম বলে ফেলেছিলেন পারমিত। অর্চনা বলেন, “আমি রেগে যাইনি। কারণ জানতাম, এটা ভুল করে হয়েছে।” তাঁর এই আত্মবিশ্বাসই সম্পর্ককে আরও দৃঢ় করে। ১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্চনা পুরান সিং ও পারমিত শেঠি। এক রাতের আকর্ষণ থেকে যে সম্পর্ক শুরু হয়েছিল, আজ তা পরিণত হয়েছে দীর্ঘদিনের বিশ্বাস, বন্ধুত্ব আর ভালোবাসার এক অনন্য গল্পে।
‘বোর্ড অব পিস’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যোগ দিতেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। মোদিকে লেখা ট্রাম্পের এই সংক্রান্ত চিঠিটি রবিবার সমাজমাধ্যমে প্রকাশ করেছেন ভারতে আমেরিকার নবনিযুক্ত রাষ্ট্রদূত সের্জিয়ো গোর।
Hili |হিলি পুলিশের ‘পথপ্রদর্শক’ হয়ে সিআরপিএফ-এ নাম লেখালেন কৃষক-পুত্র রকি
বিধান ঘোষ, হিলি: সীমান্তের পাড়াগাঁয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশিক্ষণ নেওয়া কার্যত বিলাসিতা। বিশেষ করে কৃষক, চায়ের দোকানির ছেলেমেয়েদের পক্ষে সেই প্রশিক্ষণের খরচ জোগানও দুঃস্বপ্নের। তবে গত বছর থেকেই তাঁদের কথা ভেবে উদ্যোগী হয়েছিল হিলি (Hili) থানার পুলিশ৷ এবার সেই প্রশিক্ষণকেন্দ্র থেকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (CRPF) যোগ দিচ্ছে রকি ওরাওঁ। সীমান্তের তরুণ প্রজন্মকে সরকারি […] The post Hili | হিলি পুলিশের ‘পথপ্রদর্শক’ হয়ে সিআরপিএফ-এ নাম লেখালেন কৃষক-পুত্র রকি appeared first on Uttarbanga Sambad .
Who Is Deeya Yadav: বয়স মাত্র ১৬, ব্যাট হাতে ধামাকা! দিল্লি ক্যাপিটালসের এই 'অগ্নিকন্যাকে চেনেন?
হিরণের P.A থেকে নতুন বউ, কে এই হৃতিকা গিরি?
হিরণের দ্বিতীয় বিয়ের ছবি দেখে স্ত্রী অনিন্দিতা টিভি নাইন বাংলাকে জানান,''আমাদের বিয়ের বয়স ২৫। ডিভোর্স হয়নি। মেয়ে ও আমার উপর খুব অত্য়াচার হয়েছে।কাউকে এটা বলিনি, কারণ মেয়েরও একটা কেরিয়ার রয়েছে। সেটা নষ্ট করতে চাইনি। এখন আর বলার কিছু নেই। সবাই তো সব কিছু দেখতেই পাচ্ছে।
ভোটে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে তথ্য চায় লালবাজার, কেন?
ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে ভোটের সময় কলকাতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তথ্য জানতে তৎপর হল লালবাজার।২০২৪ সালের লোকসভা নির্বাচনে কলকাতায় মোতায়েন ছিল ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য কোথায় কেমন পরিকাঠামো রয়েছে? থানাগুলিকে চিঠি দিয়ে জানতে চেয়েছে লালবাজার। স্কুল, অতিথিশালা-সহ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়। সেগুলির অবস্থা কেমন, তা মঙ্গলবারের মতো জানাতেই থানাগুলিকে জানিয়েছে লালবাজার। এবার কত কেন্দ্রীয় বাহিনী কলকাতায় মোতায়েন করা হবে, তা জানতে কমিশনের সঙ্গে বৈঠক করছেন পুলিশকর্তারা। এবার যদি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়, তার জন্য় আগে থেকে প্রস্তুতি সেরে রাখতে চাইছে লালবাজার।
India-EU Trade Deal |‘মাদার অফ অল ডিলস’, ভারতের সঙ্গে কোন ঐতিহাসিক চুক্তির ইঙ্গিত দিল ইউরোপ?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ (WEF)-এর মঞ্চ থেকে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (EU) বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বড় ঘোষণা করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। মঙ্গলবার তিনি জানান, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি ঐতিহাসিক ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (FTA) স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই চুক্তিকে […] The post India-EU Trade Deal | ‘মাদার অফ অল ডিলস’, ভারতের সঙ্গে কোন ঐতিহাসিক চুক্তির ইঙ্গিত দিল ইউরোপ? appeared first on Uttarbanga Sambad .
গত লোকসভায় কংগ্রেসের চার গুণ খরচ, আয়-ব্যয়ের বহরে মোদি-শাহদের ধারেকাছে নেই কেউ
গত লোকসভা নির্বাচনের আগে বিজেপির তহবিলে জমা পড়া অনুদানের অঙ্ক এক লাফে ৮৭ শতাংশ বেড়ে গিয়েছিল!
West Bengal Assembly Election: বিধানসভা নির্বাচনের আগে মালদহে পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে পৃথক দুটি অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল পুলিশ। অস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ অস্ত্র বিহার থেকে রাজ্যে আনা হয়েছিল। এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে মোট ১০টি পাইপগান, ৫টি সেভেন এমএম পিস্তল এবং ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রথম অভিযানটি চালানো হয় ইংরেজবাজার থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে মিল্কি এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকে মইনুল হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। আরও পড়ুন- West Bengal News Live: বেলডাঙায় আগুন জ্বালাল কারা? সিসিটিভিতে মুখ চিনতেই অ্যাকশন! পুলিশের চিরুনি তল্লাশিতে জালে আরও ৫ তার বাড়ি মুর্শিদাবাদের লালগোলার মির্জাতপুর এলাকায়। তল্লাশি চালিয়ে মইনুলের কাছ থেকে ১০টি পাইপগান, একটি সেভেন এমএম পিস্তল এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই বিপুল অস্ত্র বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাতবদল হওয়ার আগেই পুলিশ তাকে ধরে ফেলে। আরও পড়ুন- Nitin Nabin: মাত্র ৪৫-এই বিজেপির সুপ্রিমো! কে এই নীতিন নবীন? অন্যদিকে, ওই একই রাতে কালিয়াচক থানার পুলিশ সুজাপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আনারুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃত আনারুলের বাড়ি মালদহের গোলাপগঞ্জে। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৪টি সেভেন এমএম পিস্তল এবং ২০ রাউন্ড কার্তুজ। আরও পড়ুন- বাবার রিক্সা, মায়ের সেলাই, দারিদ্র্যকে হারিয়ে জাতীয় মঞ্চে ব্রোঞ্জ জয় বাংলার চন্দনের! একই দিনে জেলার দুই প্রান্ত থেকে এত পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিহারের মুঙ্গের বা সংলগ্ন এলাকা থেকে এই অস্ত্রগুলি চোরাপথে মালদহে ঢোকানো হয়েছিল। নির্বাচনের আগে এলাকায় অশান্তি পাকাতেই এই অস্ত্র মজুত করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের মূল পান্ডাদের খোঁজ চালানো হচ্ছে।
Howrah: চুপিচুপি ৭ নম্বর ফর্ম জমা দিচ্ছে বিজেপি, FIR-এর হুমকি TMC-র
এ দিন, উত্তর হাওড়ায় তৃণমূলের মিছিল চলছিল। শাসকদলের অভিযোগ, সোমবার রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা হাওড়া সদরের মুখ্য নির্বাচনী কার্যালয়ে সাত নম্বর ফর্ম জমা দিতে গিয়েছিল। পরে এই নিয়ে তৃণমূল কর্মীরা জেলাশাসকের অফিসে বিক্ষোভ দেখায়। বেশ কিছু সাত নম্বর ফর্ম বিজেপি কর্মীদের হাত থেকে ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ।
Rahul Sinha |বিজেপির সভা আটকাতে ‘ব্যর্থ’ তৃণমূল, মমতাকে ইউনূসের বোন বলে কটাক্ষ রাহুলের
ঘোকসাডাঙ্গা ও পারডুবি: ভোট ঘোষণা না হলেও মাথাভাঙ্গা বিধানসভার ‘বিজেপি গড়’ দখলে মরিয়া তৃণমূল এবং তা রক্ষায় অনড় গেরুয়া শিবিরের লড়াইয়ে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রুইডাঙ্গা। মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর এলাকায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ ঘিরে দিনভর চলল উত্তেজনা, পথ অবরোধ এবং হামলার অভিযোগ। সভার প্রধান বক্তা তথা বিজেপির কেন্দ্রীয় নেতা […] The post Rahul Sinha | বিজেপির সভা আটকাতে ‘ব্যর্থ’ তৃণমূল, মমতাকে ইউনূসের বোন বলে কটাক্ষ রাহুলের appeared first on Uttarbanga Sambad .
ইচ্ছাকৃতভাবে SIR শুনানিতে ডেকে হেনস্তার অভিযোগ, সন্দেশখালিতে বিডিও অফিসে তাণ্ডব, ভাঙচুর!
বিডিও অফিস ভাঙচুর! এসআইআর শুনানিতে ধুন্ধুমার কাণ্ড ঘটনা ঘটনা সন্দেশখালিতে। বিডিওকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পরে পুলিশের উপস্থিতিতে ফের শুনানি চলে।
কলকাতার বাতাসে ‘বিষ’! দূষণ নিয়ে এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল হাই কোর্ট
সোমবার দূষণ সংক্রান্ত আরও দু'টি জনস্বার্থ মামলা ওঠে প্রধান বিচারপতির বেঞ্চে। সেই সময়ই এই স্বতঃপ্রণোদিত মামলার কথা এজলাসে উল্লেখ করেন প্রধান বিচারপতি।
সুবীর মহন্ত ও বিধান ঘোষ, বালুরঘাট ও হিলি: একেই রাত। তার ওপর কুয়াশা। সীমান্তে কাঁটাতারের এপারে-ওপারে ছায়া ছায়া কিছু দেখা যায়। দেখে মনে হবে, এপার থেকে একটি বল যেন ওপারে যাচ্ছে, আর নিখুঁতভাবে সেগুলি ক্যাচ ধরে নিচ্ছে ওপারের ছায়াগুলি। আবার ওপার থেকে উড়ে আসা কিছু একটা ধরে নিচ্ছে এপারের ছায়াগুলি। আচমকা যদি কারও নজরে এমন […] The post Dakshin Dinajpur News | সীমান্তে অন্ধকারের ‘ভলিবল’! মাদক পাচারে টার্গেট গ্রামের খেলোয়াড়রা, কোটি টাকার কারবারে বিপন্ন তারুণ্য appeared first on Uttarbanga Sambad .
‘আমার সময় শেষ…’, নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থতার পরই অবসরের পরিকল্পনা জাদেজার?
রবীন্দ্র জাদেজা কি এখনও ভারতের ভরসাযোগ্য অলরাউন্ডার? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যাটে-বলে ব্যর্থ। ২০১৭-র ওয়ানডে বিশ্বকাপে তাঁকে রাখা উচিত কি না, এই প্রশ্ন খুব স্বাভাবিক।
এক কাকাকে খুন করে জেলে, ছাড়া পেতেই আরেক কাকাকে খুন ‘গুণধর’ভাইপোর
ধৃত ব্যক্তির নাম সৈকত প্রামাণিক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল ইছাপুর গোয়ালাপাড়া এলাকায়।
India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর এবার দুটো দলের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হবে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) আগে এই সিরিজের গুরুত্ব অপরিসীম। দুটো দলই তাদের শেষবেলার প্রস্তুতি সেরে ফেলতে চাইবে। উল্লেখ্য, ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ১-২ ব্যবধানে পরাস্ত হয়েছিল। আরও পড়ুন: IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন এই পরাজয়ের বদলা টিম ইন্ডিয়া আসন্ন টি-২০ সিরিজে নিতে চাইবে। টি-২০ সিরিজের প্রথম ম্য়াচটি বুধবার (২১ জানুয়ারি) নাগপুরে খেলা হবে। তবে এই ম্য়াচ শুরু হওয়ার আগে আসুন জেনে নেওয়া যাক, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোন দলের পাল্লা ভারী? সেইসঙ্গে ভারতের মাটিতেই বা টি-২০ ক্রিকেটে নিউজিল্যান্ডের রেকর্ড কেমন? আরও পড়ুন: IND vs NZ 3rd ODI Shubman Gill Captaincy: একেবারে জঘন্য ক্যাপ্টেন্সি, সেই পুরনো 'গলদ' আওড়ালেন শুভমান! আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারত এবং নিউজিল্যান্ডের হেড টু হেড রেকর্ড ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে টি-২০ ফরম্য়াটে হেড টু হেড রেকর্ড নিয়ে আলোচনা করা যাক। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত মোট ২৫ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ১৪ ম্য়াচে টিম ইন্ডিয়া জয়লাভ করেছে। আর নিউজিল্যান্ড জিতেছে ১০ ম্য়াচে। বাকি একটি ম্য়াচ অমীমাংসিত রয়ে গিয়েছে। আরও পড়ুন: IND vs NZ 3rd ODI Shubman Gill Record: ইতিহাসের দোরগোড়ায় শুভমান গিল, কোহলির রেকর্ড ভাঙতে দরকার কত রান? পাশাপাশি ভারতের মাটিতে এই দুটো দলের মধ্যে মোট ১১ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে সাতটি ম্যাচে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। আর ৪ ম্য়াচে নিউজিল্যান্ড জিতেছে। পরিসংখ্যানের হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নিউজিল্যান্ডের থেকে ভারতের পাল্লা অনেকটাই ভারী হয়ে রয়েছে। মোট ম্য়াচ - ২৫ ভারত - ১৪ নিউজিল্যান্ড - ১০ টাই - ১ ২০১৯ সালে শেষবার সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ২০২৩ সালে শেষবার টি-২০ সিরিজের আয়োজন করা হয়েছিল। এই সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে জয়লাভ করে। অন্যদিকে, নিউজিল্যান্ড শেষবার ভারতের বিরুদ্ধে ২০১৯ সালে টি-২০ সিরিজ জিতেছিল। তারপর থেকে কিউয়িরা ভারতের বিরুদ্ধে একটাও টি-২০ সিরিজ জিততে পারেনি। আরও পড়ুন: IND vs NZ 2nd ODI Highlights: রাহুলের পাল্টা সেঞ্চুরি মিচেলের, একাই ছিনিয়ে নিলেন ভারতের গ্রাস অন্যদিকে, দেশের মাটিতে টিম ইন্ডিয়ার রেকর্ড যথেষ্টই ভাল। টিম ইন্ডিয়া সাতটার মধ্যে ৭ ম্য়াচেই জয়লাভ করেছে। অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের দেশে ৪ ম্য়াচ জিততে পেরেছে। টি-২০ সিরিজে দুই দলের স্কোয়াড: ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান (উইকেটরক্ষক)। নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে, বেভান জ্যাকবস, টিম রবিনসন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাক ফোকস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, ইশ সোধি, ম্যাট হেনরি।
Dinhata: বশিরউদ্দিন মিঁয়ার পরিবারের সদস্যদের অভিযোগ সবটা হয়েছে এসআইআরের শুনানির জন্য। তাঁরা বলছেন, তাঁরা সকলেই পরিযায়ী শ্রমিক। তাঁদের সকলের নামেই শুনানি নোটিশ আসায় বিগত কয়েকদিন ধরেই তীব্র আতঙ্কে ছিলেন বশির।
টগবগিয়ে ফুটছে সমুদ্র! গুজরাট উপকূলের কাছে ঘনাচ্ছে রহস্য
ভাইরাল ভিডিও ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। যে যে সম্ভাবনা দেখা যাচ্ছে, তার মধ্যে অন্যতম সমুদ্রতল থেকে প্রাকৃতিক ভাবে মিথেন নির্গমন। এছাড়াও পাইপলাইন ফাটার মতো মানবসৃষ্ট কারণও খতিয়ে দেখা হচ্ছে।
Jana Nayagan: বিজয়ের ছবির রিলিজে নতুন করে ধাক্কা, কবে মুক্তি পাবে ‘জন নয়াগণ’?
মাদ্রাজ হাইকোর্টের আদেশ স্থগিত থাকায় আরও অনিশ্চয়তার মুখে পড়ল ‘থালাপথি’ বিজয়ের নতুন ছবি ‘নয়াগণ’ (Jan Nayagan)। পরিচালক এইচ. বিনোদের এই বহুল প্রতীক্ষিত সিনেমার মুক্তি ইতিমধ্যেই একাধিকবার পিছিয়েছে, আর এবার আদালতের সিদ্ধান্ত ঝুলে থাকায় সেই বিলম্ব আরও দীর্ঘায়িত হলো। ঘটনার সূত্রপাত সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে ঘিরে। ‘জন নায়গান’ ছবির সার্টিফিকেশন নিয়ে বোর্ডের সঙ্গে নির্মাতাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। একজন একক বিচারক ছবিটিকে ইউ/এ ১৬+ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সিবিএফসি মাদ্রাজ হাইকোর্টে আপিল করে। এই আপিলের শুনানির জন্য প্রধান বিচারপতি মনীন্দ্র মোহন শ্রীবাস্তবের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ গঠন করা হয়। মঙ্গলবার, ২০ জানুয়ারি আদালতে এই মামলার বিস্তারিত শুনানি হয়। উভয় পক্ষই নিজেদের যুক্তি তুলে ধরে। তবে দীর্ঘ শুনানির পরও আদালত এদিন কোনো চূড়ান্ত রায় ঘোষণা করেনি। পরিবর্তে, ডিভিশন বেঞ্চ আপাতত এই বিষয়ে তাদের রায় স্থগিত রেখেছে। ফলে ছবিটির সার্টিফিকেশন সংক্রান্ত জটিলতা এখনও কাটেনি, আর মুক্তির তারিখ নিয়েও তৈরি হয়েছে বড়সড় অনিশ্চয়তা। আরও পড়ুন: “পরিহাসের উত্তর দিতে নেই”, স্বরূপের মন্তব্যে অনির্বাণের প্রতিক্রিয়া উল্লেখ্য, ‘জন নয়াগণ’ ছবিটি প্রাথমিকভাবে পোঙ্গল উপলক্ষে ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। দক্ষিণী সিনেমার বাজারে পোঙ্গল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যখন বড় তারকার ছবিগুলি সাধারণত মুক্তি পায়। বিজয়ের মতো তারকার ছবির ক্ষেত্রে এই সময়ে মুক্তি পাওয়া বক্স অফিসের দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। কিন্তু সিবিএফসি থেকে সার্টিফিকেশন পেতে অস্বাভাবিক বিলম্ব এবং পরবর্তী আইনি জটিলতার কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। আরও পড়ুন: দর্শকের হাসিই অঙ্কুশের সবচেয়ে বড় পুরস্কার! ‘নারী চরিত্র বেজায় জটিল’ মন জয় করল? নির্মাতারা আইনি পথে হাঁটার পর প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও এখনও কিছু চূড়ান্ত হয়নি। এই পরিস্থিতি ‘জন নয়াগণ’-এর জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন সিনে মহলের একাংশ। একদিকে বিজয়ের মতো জনপ্রিয় অভিনেতার ছবি, অন্যদিকে পরিচালক এইচ. বিনোদের মতো প্রতিষ্ঠিত নির্মাতার কাজ, সব মিলিয়ে ছবিটি নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু সার্টিফিকেশন জটিলতা এবং আদালতের সিদ্ধান্ত ঝুলে থাকায় সেই প্রত্যাশার উপর আপাতত ছায়া পড়েছে। আরও পড়ুন: “হ্যাঁ, তিনি তো আছেন এখনও, আমাদের অপু অপরাজিত”, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে পরমব্রতর আবেগঘন প্রণাম
Zodiac Signs: ভাল বা খারাপ—মানুষের স্বভাব গঠনের নেপথ্যে বহু কারণ কাজ করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জন্মলগ্নে কোন রাশি প্রভাব বিস্তার করছে, তার ওপর নির্ভর করেই ব্যক্তির আচরণ, চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ধরণ অনেকটাই তৈরি হয়। কেউ খুব সরল, কেউ আবার অতিরিক্ত বুদ্ধিদীপ্ত। আবার কিছু মানুষ আছেন, যাঁদের মুখে মধু আর অন্তরে থাকে গভীর হিসাব। বাইরে থেকে এঁদের নিরীহ মনে হলেও, আসলে কথার মারপ্যাঁচে অপরকে নিয়ন্ত্রণ করাই তাঁদের সহজাত দক্ষতা। মিথুন মিথুন রাশির জাতক-জাতিকারা এই তালিকায় প্রথমেই জায়গা করে নেন। এঁদের কথাবার্তা এতটাই সাবলীল ও আকর্ষণীয় যে প্রথম দেখাতেই মানুষ মুগ্ধ হয়ে যায়। যে কোনও পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা মিথুনদের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু এই গুণই অনেক সময় ধূর্ততায় রূপ নেয়। নিজের অস্বস্তিকর প্রশ্ন বা বিষয় এড়িয়ে যেতে এঁরা কথার মোড় এমনভাবে ঘুরিয়ে দেন যে বিপরীত ব্যক্তি বুঝতেই পারেন না কখন মূল বিষয় হারিয়ে গেল। কথার ফাঁকে নিজের স্বার্থসিদ্ধি করে নেওয়াই মিথুনদের আসল কৌশল। আরও পড়ুন- সরস্বতী পুজোর ফর্দ, দেখে নিন কোনওটি মিস করেননি তো? কন্যা কন্যা রাশির মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাঁদের পরিকল্পনামূলক চিন্তাভাবনা। এঁরা কখনও হঠাৎ সিদ্ধান্ত নেন না। কোনও পরিস্থিতিতে জড়ানোর আগেই মনের মধ্যে গোটা চিত্রটা এঁকে ফেলেন। তর্ক হোক বা আলোচনা, কন্যা রাশির জাতক-জাতিকারা আগে থেকেই জানেন শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে। ধীরে অপরের মনে নিজের ভাবনা ঢুকিয়ে দেওয়া এঁদের কাছে জলভাত। বাইরে থেকে শান্ত ও যুক্তিবাদী মনে হলেও, ভিতরে সব সুতো থাকে তাঁদের হাতেই। আরও পড়ুন- কালসর্পের থেকেও ভয়ংকর এই দোষে ধ্বংস হতে পারে কেরিয়ার, বিবাহ ও সম্মান তুলা তুলা রাশির মানুষরা কূটনীতির মাস্টার। ভারসাম্য বজায় রাখাই এঁদের স্বভাব, কিন্তু সেই ভারসাম্যের আড়ালেই লুকিয়ে থাকে সূক্ষ্ম চাল। কাকে কখন কী বলা দরকার, কোন মুহূর্তে চুপ থাকলে লাভ—সব হিসাব তুলা রাশির জাতক-জাতিকারা নিখুঁতভাবে কষে রাখেন। এঁরা কখনও সরাসরি আধিপত্য দেখান না, বরং এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে বিপরীত ব্যক্তি নিজেই তাঁদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। আরও পড়ুন- এবছরের জয়া একাদশী কবে? শুভ যোগ, ধর্মীয় তাৎপর্য, সঠিক তিথি সম্পর্কে জেনে নিন বৃশ্চিক বৃশ্চিক রাশির মানুষদের সবচেয়ে বড় শক্তি তাঁদের পর্যবেক্ষণ ক্ষমতা। এঁরা খুব কম কথা বলেন, কিন্তু চোখ-কান খোলা রাখেন সব সময়। আশপাশের মানুষের দুর্বলতা, ভয় কিংবা আকাঙ্ক্ষা খুব দ্রুত বুঝে ফেলেন। সেই তথ্যই পরে কাজে লাগান নিজের স্বার্থে। কার কাছে কোন সুরে কথা বললে কাজ হবে, সেই গোপন সূত্র বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের রপ্ত। ধীরে মানুষের মনে নিজের জায়গা তৈরি করে নেওয়াই তাঁদের আসল খেলা। আরও পড়ুন- এই সবজিটি শুধু অন্ত্র-বান্ধবই নয়, 'সুপারপাওয়ার'ও! কেন বলছেন করিনা কাপুর? কুম্ভ কুম্ভ রাশির মানুষদের ধূর্ততা সবচেয়ে সূক্ষ্ম। পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে এঁরা এতটাই দক্ষ যে নিজের ভুলও অনায়াসে ঢেকে দিতে পারেন। চারপাশের পরিবেশ এমনভাবে সাজান যাতে দোষ সব সময় অন্যের ঘাড়ে গিয়ে পড়ে। নিজেকে যুক্তিবাদী ও মানবিক হিসেবে তুলে ধরতে কুম্ভ রাশির জাতক-জাতিকারা সিদ্ধহস্ত। এই সব কৌশল তাঁরা সাধারণত নিজের উন্নতি ও লক্ষ্যপূরণের জন্যই ব্যবহার করেন, কিন্তু বাইরে থেকে বিষয়টি ধরতে পারা প্রায় অসম্ভব। সব মিলিয়ে বলা যায়, এই পাঁচ রাশির মানুষরা জন্মগতভাবেই মানসিক কৌশলে পারদর্শী। তবে মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্র কেবল প্রবণতার ইঙ্গিত দেয়, চরিত্রের চূড়ান্ত রূপ নির্ভর করে ব্যক্তির মূল্যবোধ এবং সিদ্ধান্তের ওপর। বুদ্ধিকে যেমন ভালো কাজে লাগানো যায়, তেমনই ভুল পথেও নেওয়া সম্ভব—পছন্দটা শেষ পর্যন্ত মানুষের হাতেই থাকে।
Netanyahu Warns Iran: ‘ইরানকে এমন মারব, কোনওদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না’, হুমকি নেতানিয়াহুর
Israeli Prime Minister Benjamin Netanyahu has warned Iran: ইরানি মিডিয়ার দাবি, রাশিয়ার সাহায্য ও অনুমতিতে তেহরান তাদের প্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করে ফেলেছে। মিসাইলের পাল্লা তেহরান থেকে রাশিয়ার সাইবেরিয়া পর্যন্ত। খামেনেইকে লাগাতার যেভাবে মৌখিক আক্রমণ করে চলেছেন ট্রাম্প, এই মিসাইল পরীক্ষা তারই জবাব বলে দাবি ইরানের। সবমিলিয়ে মধ্য প্রাচ্যের আকাশে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের কালো মেঘ আরও ঘন হচ্ছে ক্রমশ।
বদলাচ্ছে ‘দিদি নম্বর ওয়ান’সম্প্রচারের সময়, এবার থেকে কোন সময়ে দেখা যাবে রচনার শো?
বাংলার ঘরে ঘরে এই শোয়ের জনপ্রিয়তা ঠিক কতটা তা বোধহয় আলাদা করে বলার প্রয়োজন পরে না। এবার বিরাট বদল হতে চলেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের শোয়ে।
‘ফাঁদে পা দেবেন না, সরকার পাশে আছে’, বিক্ষোভের আগেই আশাকর্মীদের বার্তা চন্দ্রিমার
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ধাপে ধাপে কর্মীদের ভাতা বৃদ্ধি করছেন বলে জানিয়েছেন চন্দ্রিমা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে আরও কম টাকা ভাতা দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। তাছাড়াও এই খাতে কেন্দ্র টাকা দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।
নয়াদিল্লি: বিশ্বরাজনীতির সমীকরণ বদলে দিতে ডোনাল্ড ট্রাম্পের জুড়ি মেলা ভার। ২০২৬-এর শুরুতেই গাজায় শান্তি ফেরানোর লক্ষ্য নিয়ে তিনি এক অভিনব ‘বোর্ড অফ পিস’ (Trump’s Board of Peace and India) গঠন করেছেন। আর সেই ‘অভিজাত’ ক্লাবে স্থায়ী সদস্য হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)। আপাতদৃষ্টিতে এটি ভারতের বিশ্বনেতা হয়ে […] The post Trump’s Board of Peace and India | ট্রাম্পের শান্তি বোর্ডে ডাক নয়াদিল্লিকে, বিশ্বনেতার স্বীকৃতি নাকি ভারতের জন্য কূটনৈতিক চোরাবালি? appeared first on Uttarbanga Sambad .
৭৮৫ দিন পরে প্রথম একাদশে ফিরছেন তারকা, টি-২০ সিরিজ শুরুর আগেই বিশ্বকাপের পরিকল্পনা ফাঁস সূর্যর
বিশ্বকাপ শুরুর আগে ভারতের হাতে আর মাত্র পাঁচটিই ম্যাচ। এই সিরিজের আগে তিলক বর্মা এবং ওয়াশিংটন সুন্দর চোট পেয়ে যাওয়ায় দলের পরিকল্পনা অনেকটাই ধাক্কা খেয়েছে।
যৌনতার হাতছানি! এবার কিশোর-কিশোরীদের সমাজমাধ্যম ব্যবহার বন্ধ করার পথে ইউরোপের দুই দেশ
অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। ১০ ডিসেম্বর থেকেই কার্যকর হয়ে গিয়েছে এই আইন।
নাগরিকত্ব হারানোর ভয়? ‘SIR’ নোটিশ দেখেই হৃদ্রোগে প্রাণ গেল বৃদ্ধের!
West Bengal News: ফের এসআইআর (SIR) বা সামারি ইনকোয়ারি রিপোর্ট ঘিরে প্রবল আতঙ্কের জেরে মৃত্যুর অভিযোগ উঠল মালদায়। বাড়িতে শুনানির নোটিশ আসতেই চরম দুশ্চিন্তায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। মৃতের নাম জলিল আলী (৬০)। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল ২ নম্বর ব্লকের বলরামপুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর। নোটিশ ঘিরে দুশ্চিন্তা ও মৃত্যু পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জলিল আলীর স্ত্রী, সন্তান এবং পুত্রবধূর নামে এসআইআর (SIR) শুনানির নোটিশ আসে। নোটিশ হাতে পাওয়ার পর থেকেই প্রবল মানসিক অবসাদে ভুগছিলেন ষাটার্ধ ওই বৃদ্ধ। নাগরিকত্ব থাকবে কি না, পরিবারের সদস্যদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে কি না, এই আশঙ্কায় দিন কাটছিল তাঁর। আরও পড়ুন- SIR: আর কতবার ডাকবেন? শুনানির যন্ত্রণায় অতিষ্ঠ জনতা! বাসন্তীতে জ্বলল আগুন, বারাসাতে রাস্তায় শুয়ে প্রতিবাদ পরিবারের দাবি, এই আতঙ্কের কারণেই মঙ্গলবার আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং তাঁর মৃত্যু হয়। এই আকস্মিক বিয়োগে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনের পাঠানো নোটিশ ও তার জেরে তৈরি হওয়া আতঙ্ককেই সরাসরি দায়ী করেছেন। আরও পড়ুন- Bhangar Violence: ভাঙড়ে ফের বোমাবাজি! তৃণমূল সদস্যের ভাইকে লক্ষ্য করে হামলার অভিযোগ, কাঠগড়ায় আইএসএফ রাজনৈতিক তরজা তুঙ্গে ঘটনার খবর পেয়েই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হন। জেলা তৃণমূল সভাপতির অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। মানুষকে আতঙ্কে ফেলার চক্রান্ত চলছে। অন্যদিকে, ঘটনাটি সামনে আসতেই আসরে নেমেছে বিজেপি। তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে গেরুয়া শিবিরের দাবি, সাধারণ মানুষের মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে তৃণমূল। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল মিথ্যে প্রচার করে মানুষের মনে ভয় ঢোকাচ্ছে। এর সঙ্গে কমিশনের হয়রানির কোনো যোগ নেই। আরও পড়ুন- Nitin Nabin: মাত্র ৪৫-এই বিজেপির সুপ্রিমো! কে এই নীতিন নবীন? সব মিলিয়ে, বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক মহলে এখন উত্তাপ চরমে। নাগরিকত্ব প্রমাণ ও ভোটাধিকার সংক্রান্ত শুনানির এই প্রক্রিয়া সাধারণ মানুষের মনে কতটা ভীতি সঞ্চার করেছে, এই ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
যমুনা নদীতে হঠাৎ কালীয় নাগ দর্শন বলে ভাইরাল AI নির্মিত ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওয় কোনও বাস্তব দৃশ্য দেখা যায় বরং সম্পূর্ণ ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
‘মাদার অফ অল ডিলস’, ট্রাম্পের গোঁয়ার্তুমির মাঝেই ভারতের সঙ্গে চুক্তি নিয়ে বার্তা EU-র
ইইউ প্রধান উরসুলা ভন বলেন, ''ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সাক্ষরের একেবারে দোরগোড়ায়। যদিও কিছু কাজ এখনও বাকি রয়েছে। এই চুক্তি সকল চুক্তির সেরা (Mother Of All Deals)।''
গ্যাস, অম্বল না অ্যাংজাইটি? বুকের ব্যথার ফারাক বুঝবেন কিভাবে?
কারণ কিছু মিল রয়েছে লক্ষণের ক্ষেত্রে। বিশেষজ্ঞদের মতে গ্যাস জমলে বুকের মাঝখানে চাপ বা ভারী ভাব অনুভব হয়। একইভাবে অ্যানজাইটির সময়ও বুক চেপে ধরার মতো অনুভূতি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা যায়গ্যাসের কারণে পেট ফুলে গেলে শ্বাস নিতে অস্বস্তি হতে পারে। আবার অ্যাংজাইটির সময় দ্রুত শ্বাস নেওয়ার প্রবণতা দেখা যায়, যা একই রকম অনুভূতি তৈরি করে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে যার পরিচিতি ‘রোম্যান্স কিং’ হিসেবে, যাঁর এক ইশারায় কুপোকাত হাজারো তরুণীর মন, সেই শাহরুখ খানকে এবার হজম করতে হল চরম ‘তাচ্ছিল্য’! রিয়াধের একটি পুরস্কার মঞ্চে শাহরুখের উপস্থিতি নিয়ে যখন তাঁর ভক্তরা উচ্ছ্বসিত, ঠিক তখনই তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী হান্ডে এর্চেল (Hande Erel) এক বিষ্ফোরক মন্তব্য করে বসলেন। শাহরুখকে স্রেফ একজন ‘অচেনা […] The post Hande Ercel | “এই কাকুটা কে?”— শাহরুখকে চিনতেই পারলেন না তুর্কি সুন্দরী হান্ডে! ক্ষোভে ফেটে পড়লেন কিং খানের ভক্তরা appeared first on Uttarbanga Sambad .
ঢাকা: বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ বারবার উঠছে, তার সিংহভাগই নাকি ‘অসাম্প্রদায়িক’ এবং ‘সাধারণ অপরাধ’। এমনটাই দাবি মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, ২০২৫-এ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে জড়িত হিংসা ও অপরাধের ৬৪৫টি ঘটনার মধ্যে মাত্র ৭১টি ছিল সাম্প্রদায়িক। বাকি ৫৭৪টি ঘটনাই জমি সংক্রান্ত বিবাদ, […] The post Bangladesh | সংখ্যালঘু নির্যাতনের অধিকাংশ ঘটনাই ‘অসাম্প্রদায়িক’, দিল্লির উদ্বেগের পর পরিসংখ্যান প্রকাশ বাংলাদেশের appeared first on Uttarbanga Sambad .
Hiran Chatterjee’s Marriage: হিরণের এই সব ছবি দেখেই আঁতকে উঠলেন স্ত্রী অনিন্দিতা
Hiran Chatterjee: হিরণের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলছেন, দীর্ঘদিন থেকে আমার আর আমার মেয়ের উপরে মানসিক নির্যাতন চলছিল। আমরা খুব ভদ্র বলে আমরা এতদিন বাইরে বলিনি। আমার মেয়েরও তো একটা ক্যারিয়ার রয়েছে। কিন্তু এখন তো সবই ওপেন। অনিন্দিতা দেবী যে মানসিকভাবে বিপর্যস্ত তাও বলেন বারবার।
নামের ইতিহাস: কলকাতার চৌরঙ্গীর নাম কেন ‘চৌরঙ্গী’?
লোকমুখে আবার শোনা যায় এই অঞ্চলে একসময় চারটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র বা মন্দির ছিল। সেই চারটি কেন্দ্রকে ঘিরেই এলাকার পরিচিতি গড়ে ওঠে। তবে এর তেমন লিখিত প্রমাণ মেলেনি।আবার কিছু ঐতিহাসিক সূত্রে বলা হয়, নাথ যোগী ‘চৌরঙ্গিনাথ’ (Chouranginath) জায়গাটিতে এসেছেন এবং কালী দেবীর একটি প্রতিমা আবিষ্কার করেন। তাঁর নাম থেকেই ধীরে ধীরে এলাকার নাম হয় চৌরঙ্গী। যদিও এই নামকরণেরও তেমন ভাবে লিখিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ব্যস্ত অফিস টাইমে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! আংশিক চলাচলে হয়রানি যাত্রীদের
ব্যস্ত অফিস টাইমে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! ঘটনায় সাময়িক বিপর্যস্ত ব্লু লাইনে মেট্রো পরিষেবা। এদিন সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনে এই ঘটনা ঘটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত চলাচল বন্ধ হয়ে যায়।
দুই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত অসমের কোকরাঝাড়, দুর্ঘটনা-গণপিটুনিতে মৃত ২, বন্ধ ইন্টারনেট পরিষেবা
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় সেনা মোতায়েন হয়েছে।
Natural Skin Care Secret: তারুণ্য ঝরে পড়া ত্বক, এতদিনে রহস্য ফাঁস বিপাশা বসুর
MI-W vs DC-W, WPL 2026 Live: অস্তিত্ব রক্ষার লড়াই মুম্বই-দিল্লির, হারলেই কঠিন হবে প্লে-অফের রাস্তা
২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2026) ত্রয়োদশ ম্য়াচটি মঙ্গলবার (২০ জানুয়ারি) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মধ্যে আয়োজন করা হচ্ছে। কোটাম্বির বরোদা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ২ দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে, দুটো দলের কাছে এই ম্য়াচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। WPL 2026, MI vs UPW Highlights: অবশেষে কাটল গ্রহের দশা, মহিলা প্রিমিয়ার লিগে খাতা খুলল ইউপি যোদ্ধারা একদিকে জেমিমা রডরিগসের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস এই ম্য়াচে মুম্বইকে হারিয়ে জয়ের সরণীতে ফিরতে চাইবে। অন্যদিকে, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সও একই লক্ষ্যে মাঠে নামবে। তবে ম্য়াচ শুরু হওয়ার আগে দুটো দলের হেড টু হেড রেকর্ডে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। MI vs GG, WPL 2026 Highlights: বদলাল না গুজরাটের পোড়া কপাল! ৮-০ ব্যবধানে বিশাল জয় মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে দিল্লি -মুম্বই মহিলা প্রিমিয়ার লিগের চলতি মরশুমে দিল্লি ক্য়াপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয়বার একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। গতবার যখন এই ২ দলের লড়াই হয়েছিল, সেইসময় মুম্বই ইন্ডিয়ান্স ৩০ রানে জয়লাভ করেছিল। ওই ম্য়াচে মুম্বই প্রথমে ব্যাট করতে নেমে ১৯৫ রান করেছিল। জবাবে দিল্লি ১৯ ওভারের মধ্যে ১৪৫ রানেই অলআউট হয়ে যায়। MI vs DC, WPL 2026 Highlights: দ্বিতীয় ম্য়াচেই দুরন্ত জয় হরমনপ্রীতদের, অধিনায়ক হিসেবে সুখকর হল না জেমিমার স্মৃতি এই পরিস্থিতিতে দিল্লি এই ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের থেকে গত ম্য়াচে পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে। অন্যদিকে, মুম্বই আরও একবার DC-কে হারিয়ে জয়ের সরণীতে কামব্যাক করতে চাইবে। অন্যদিকে, এই ম্য়াচের আগেই মুম্বই ইন্ডিয়ান্স একটা বড়সড় ধাক্কা খেয়েছে। দলের তারকা উইকেটকিপার তথা ব্যাটার জি কমলিনী চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় বৈষ্ণবী শর্মাকে দলে নেওয়া হয়েছে। MI vs RCB, WPL 2026 Highlights: জয় দিয়ে WPL শুরু স্মৃতিদের, শেষবেলায় বাজিমাত নাদিনের DC vs MI হেড টু হেড রেকর্ড দিল্লি ক্য়াপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে হেড টু হেড রেকর্ড নিয়ে এবার আলোচনা করা যাক। মহিলা প্রিমিয়ার লিগের ইতিহাসে এই দুটো দল এখনও পর্যন্ত মোট ৯ ম্যাচ খেলেছে। এরমধ্যে মুম্বই ইন্ডিয়ান্স ৫ ম্য়াচ এবং দিল্লি ক্যাপিটালস ৪ ম্য়াচে জয়লাভ করেছে। এই দুটো দলের সবসময়ই যথেষ্ট রোমহর্ষক হয়ে থাকে।
ইন্টার্ভিউ দিতে গিয়ে বার বার ব্যর্থ! কারণ এগুলো
আরও এক জরিপে দেখা গেছে, ৩০%+ নিয়োগকারী জানিয়েছেন যখন প্রার্থী কোম্পানি বা পজিশনের উপর আগে থেকে কোন রিসার্চ করেনা, তখন তাকে নেতিবাচকভাবে দেখা হয়। এর মানে বোঝায় আপনি আগ্রহী নন।কমিউনিকেশনের মাত্র ৭% শব্দে, ৩৮% টোনে, ৫৫% শরিরীভাষা নির্ধারিত হয়। প্রায় ৬৫% নিয়োগকারী মনে করেন চোখের দিকে তাকিয়ে কথা না বলা বা ভুল দৈহিক বাচনভঙ্গী ইন্টারভিউতে নেতিবাচক প্রভাব ফেলে।
‘এ আমার বউ নয়!’বাসর রাতে স্ত্রী মুখ ধুতেই আঁতকে উঠল বর
কনে বদলের এমন অভিযোগে শোরগোল বাংলাদেশের ঠাকুরগাঁও অঞ্চল।
Machado Nobel Prize Controversy |পদক ট্রাম্পকে ‘উপহার’, মাচাদোর কাণ্ডে চরম ক্ষুব্ধ নোবেল কমিটি
অসলো: ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর অভূতপূর্ব কাণ্ডকারখানায় রীতিমতো অস্বস্তিতে নোবেল ফাউন্ডেশন। ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার (Machado Nobel Prize Controversy) বিজয়ী মাচাদো গত সপ্তাহে হোয়াইট হাউসে গিয়ে তাঁর পদকটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হাতে তুলে দেন। এই ঘটনায় নরওয়ে জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাচাদোর এই আচরণকে ‘অবাস্তব’ এবং নোবেলের (Nobel […] The post Machado Nobel Prize Controversy | পদক ট্রাম্পকে ‘উপহার’, মাচাদোর কাণ্ডে চরম ক্ষুব্ধ নোবেল কমিটি appeared first on Uttarbanga Sambad .
Kolkata: এই গ্রন্থাগারের সূচনার পর মীনাক্ষী অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরদের একই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের লাইব্রেরি করার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, মমতাকে নিশানা করে যত বেশি করে বিরোধীরা কুৎসা করবে, তত বেশি করে তাঁর লেখা তাঁর গান ছড়িয়ে দিতে হবে মানুষের মধ্যে।
মাথা ব্যথা নাকি মাইগ্রেন! বুঝবেন কী করে?
সাধারণ মাথা ব্যথা কী?চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় Tension-Type Headache। এই সাধারণ মাথাব্যথার লক্ষণ গুলো হল মাথার দু’পাশে চাপ বা ভারী ভাব, কপাল ও ঘাড়ে টান, মানসিক চাপ বা ঘুমের অভাবে বাড়ে, আলো বা শব্দে সাধারণত তীব্র অস্বস্তি হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্রাম, স্ট্রেস কমানো ও সাধারণ ওষুধেই কমে সাধারণ মাথাব্যথা।
Mathabhanga |কাঞ্ছাদার কালাকাঁদ… কেয়া বাত, কেয়া বাত!
মাথাভাঙ্গা: বিজয়া, দীপাবলি থেকে শুরু করে মদনমোহন বাড়িতে পুজো— যে কোনও শুভকাজে মাথাভাঙ্গাবাসীর প্রথম পছন্দ ‘কাঞ্ছাদার কালাকাঁদ’। আজ থেকে ৫০ বছর আগে ইমিগ্রেশন রোডে মদনমোহন ঠাকুরবাড়ির কাছে একটি ছোট্ট মিষ্টির দোকান তৈরি করেন কাঞ্চন ভৌমিক ওরফে কাঞ্ছাদা। স্বাদে-গন্ধে একেবারে স্বতন্ত্র হওয়ায় তাঁর হাতে তৈরি কালাকাঁদ অল্প সময়ের মধ্যেই মাথাভাঙ্গায় নিজস্ব পরিচিতি লাভ করে। দোকানের বহিরঙ্গে […] The post Mathabhanga | কাঞ্ছাদার কালাকাঁদ… কেয়া বাত, কেয়া বাত! appeared first on Uttarbanga Sambad .
পুষিয়ে যাবে DREAM 11 বিদায়ের ক্ষতি, এবার Google Gemini-র সঙ্গে বিরাট চুক্তি বিসিসিআইয়ের
আইপিএল যেন বিসিসিআইয়ের সোনার ডিম পাড়া হাঁস। কেন্দ্র অনলাইন ফ্যান্টাসি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করায় মূল স্পনসর DREAM 11-সহ একাধিক স্পনসর হারিয়েছে ভারতীয় বোর্ড।
উন্মুক্ত স্ফীতোদর, ফের মা হতে চলা সোনমের ফ্যাশনিস্তা লুকে ‘ফিদা’নেটভুবন! কবে ভূমিষ্ঠ হবে সন্তান?
কালো পোশাকে সেজেছেন সোনম। তবে চিরাচরিত ম্যাক্সি ড্রেস নয় বরং তার বদলে 'অল ব্ল্যাক' বডি ফিটেড পোশাকেই নজর কাড়লেন আনন্দঘরনি।
Madhyamik Student: ঘটনার খবর পেয়েই সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে এই কিশোরকে প্রাণ দিতে হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এলাকাতেও ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কিশোরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেডেল জয়ের স্বপ্ন নিয়ে সুদূর রাজস্থান থেকে মণিপুরে পা রেখেছিল খুদে অ্যাথলিটরা। কিন্তু খেলার মাঠের লড়াইয়ের পাশেই তাদের মোকাবিলা করতে হল আগ্নেয়াস্ত্র হাতে থাকা একদল দুষ্কৃতীর। মণিপুরের খুমান লম্পক স্টেডিয়ামে আয়োজিত উসু প্রতিযোগিতায় যোগ দিতে আসা রাজস্থানের একটি স্কুল দলকে মাঝরাস্তায় আটকে সর্বস্ব লুঠ করার অভিযোগ উঠেছে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। যেভাবে […] The post Manipur | খেলার মাঠেও থাবা অশান্তির! মণিপুরে সশস্ত্র দুষ্কৃতীদের হাতে আক্রান্ত রাজস্থানের খুদে অ্যাথলিটরা appeared first on Uttarbanga Sambad .
সামসী: রাজনীতির ময়দানে প্রত্যাবর্তনের পর প্রথমবার নিজের পুরনো গড় মালতীপুরে পা রাখলেন প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নুর (Mausam Noor)। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফেরার পর তাঁর এই প্রথম সফরকে কেন্দ্র করে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। দলীয় পতাকা, স্লোগান আর পুষ্পবৃষ্টিতে কার্যত উৎসবের মেজাজ তৈরি হয় গোটা এলাকায়। তবে এই সফর কেবলই ঘরোয়া ছিল […] The post Mausam Noor | ঘরের মেয়ে ঘরে ফিরতেই উল্লাস! এসআইআর হয়রানির প্রতিবাদে চাঁচলে মৌসম নুরের নেতৃত্বে বিশাল বিক্ষোভ appeared first on Uttarbanga Sambad .

15 C