লাল গড়ে ফাটল। গেরুয়ার প্রভাব আর শুধু আভাসে নেই। পদ্মের উত্থান এখন বাস্তব। সিপিএম ও কংগ্রেসের বাইরে প্রথম অন্য কোনও শক্তি দৃশ্যমান কেরলে। কংগ্রেস ফের সমর্থনের জমি খুঁজে পেলেও সিপিএমের সামনে চরম সংকট। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা ছাড়া দলের শেষ দুর্গে মারাত্মক আঘাত পড়েছে। টানা ৪৫ বছর পর সিপিএমের হাতছাড়া তিরুবনন্তপুরম। দলের এতদিনের শক্ত ঘাঁটি বলে […] The post সর্বনাশের সাগরে appeared first on Uttarbanga Sambad .
স্বপ্নপূরণে প্রয়োজন উন্নত নাগরিকবোধ
সৈকত দেবনাথ আমরা ২০৪৭ সালের মধ্যে এক উন্নত, আত্মনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছি। অথচ আমাদের নাগরিকবোধ যেন আজও শতাব্দীপ্রাচীন ধ্যানধারণার মধ্যেই আবদ্ধ। সম্প্রতি কলকাতায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে কেন্দ্র করে আয়োজিত একটি অনুষ্ঠানে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তা ভারতের নাগরিকবোধ ও প্রশাসনিক ব্যবস্থাপনাকে আরও একবার নগ্নভাবে […] The post স্বপ্নপূরণে প্রয়োজন উন্নত নাগরিকবোধ appeared first on Uttarbanga Sambad .
ভাতার রাজনীতি নাকি স্মৃতির বিস্মৃতি?
জয়জিৎ বণিক বাঙালির আবেগ আছে, আড্ডা আছে, চায়ের কাপে ঝড় তোলার ক্ষমতা আছে। কিন্তু যেটা নেই, তা সম্ভবত দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্মৃতি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বাংলার রাজনৈতিক আকাশ-বাতাস কাঁপছে। কিন্তু প্রশ্ন উঠছে—বিগত কয়েক বছরে ঘটে যাওয়া পাহাড়প্রমাণ দুর্নীতি, কেলেঙ্কারি আর অপশাসনের অধ্যায়গুলো কি ভোটাররা মনে রেখেছেন? নাকি ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মাসিক ১২০০ […] The post ভাতার রাজনীতি নাকি স্মৃতির বিস্মৃতি? appeared first on Uttarbanga Sambad .
ফের বিচ্ছিন্নতাবাদে উসকানি উত্তরবঙ্গে! পৃথক কামতাপুরের দাবিতে রেল রোকো কর্মসূচি
ময়নাগুড়ির পাশাপাশি অসমের তিন জায়গাতেও এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর ২০১৮ সালের চুপচাপ বিয়ে, ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছিল। প্রকাশ্যে কখনও সম্পর্কের কথা ঘোষণা না করেই, তাঁরা একটি গুরুদ্বারে ঘনিষ্ঠ পরিসরে গাঁটছড়া বাঁধেন। বিয়ের কয়েক মাস পরই, তাঁদের প্রথম সন্তান মেহরের জন্ম হয়। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে মনীশ পলের সঙ্গে এক পডকাস্টে অঙ্গদ তাঁদের প্রেমের গল্প, বন্ধুত্ব থেকে দাম্পত্যে পৌঁছনোর পথ- সবটাই খোলামেলা ভাবে ভাগ করে নেন। আড্ডার ছলে মনীশ পল মজা করে বলেন, আপনি ব্যাচেলর হিসেবে ঘুমিয়েছিলেন আর বিবাহিত হিসেবে জেগে উঠলেন- খবরটা একেবারে রাতারাতি!” উত্তরে অঙ্গদ স্মৃতিচারণা করে জানান, দিল্লির মালচা মার্গে একটি জিমে প্রথম নেহাকে দেখেন তিনি। “আমি ট্রেডমিলে এক ফিট মেয়েকে দৌড়াতে দেখলাম। বন্ধুরা বলল, ও মিস ইন্ডিয়া- নেহা ধুপিয়া। ওর দৌড়ানোর ভঙ্গি খুব সুন্দর লেগেছিল,” এমনটাই বলেন অঙ্গদ। পরপর কয়েকদিন তাঁরা একই জিমে গিয়েছিলেন, যদিও পরে নানা কারণে যাওয়া বন্ধ হয়ে যায়। Ankush Hazra-Messi Kolkata Chaos: 'মানুষের কষ্টার্জিত টাকার সম্মান রাখা হয়নি', মেসি বিতর্কে অঙ্কুশ হাজরা বছর কয়েক পর অঙ্গদের জীবনে কিউপিড হয়ে ফেরেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধু যুবরাজ সিং। মুম্বইয়ের এক পার্টিতে নেহার সঙ্গে আবার দেখা হয় অঙ্গদের। পার্টি শেষে আড্ডা জমে অঙ্গদের বাড়িতে, সেখানেই প্রথমবার ঠিক করে কথা হয় তাঁদের। এরপর কাজের সূত্রেও দু’জনের দেখা হয়- একসঙ্গে প্রজেক্টে কাজ করতে গিয়ে সম্পর্ক আরও গভীর হয়। অঙ্গদ স্বীকার করেন, নেহার সঙ্গে সময় কাটানোর জন্যই তিনি একাধিক কাজে ‘হ্যাঁ’ বলেছিলেন। শুটিংয়ের মাঝেই তিনি নেহাকে নিজের অনুভূতির কথা জানান এবং বিয়ের প্রস্তাব দেন। Subhahsree Ganguly: যুবভারতীর মেসি বিশৃঙ্খলায় শুভশ্রীকে আক্রমণ, 'আমিও দেখতে পাইনি', সন্তানদের হুমকির পর বিস্ফোরক অভিনেত্রী দিল্লি ফিরে এসে অঙ্গদ বেদী তাঁর বাবা–মায়ের সামনে নেহা ধুপিয়াকে বিয়ে করার ইচ্ছার কথা জানান। তবে তাঁর বাবা–মা বিষয়টি পুরোপুরি অঙ্গদের সিদ্ধান্তের উপরই ছেড়ে দেন। অঙ্গদের কথায়, তিনি তাঁদের স্পষ্টভাবে বলেছিলেন, “এই মুহূর্তে আমি কেউ নই, আমার হাতে তেমন টাকা নেই। কিন্তু আমি ওকে বিয়ে করব, আর তারপরই নিজেকে গড়ে তুলব।” নেহা তখন কোনও সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে কথাবার্তা অন্য দিকে ঘুরিয়ে দেন। এরপর একটি ছবির কাজ শেষ করে অঙ্গদ বাড়ি ফিরে নেহার বাবা–মায়ের সঙ্গে দেখা করেন এবং তাঁদের জানান, যে তিনি তাঁদের মেয়েকে বিয়ে করতে চান। নেহার বাবা–মা তখন মজার ছলেই বলেন, “তুমি দেখতে ভালো, মানুষ হিসেবেও ভালো, কিন্তু তোমার পকেটে এক টাকাও নেই- এমন অবস্থায় আমাদের মেয়েকে বিয়ে করতে চাও?” উত্তরে অঙ্গদ জানান, এটাই তাঁর লক্ষ্য ও ইচ্ছা। তাঁরা তখন বলেন, “দেখা যাক।” এরপর কিছু সময়ের জন্য দু’জনের পথ আলাদা হয়ে যায়। বন্ধুত্ব রয়ে গেলেও, তাঁরা নিজেদের মতো করে এগিয়ে যেতে থাকেন। তবে নিয়তির খেলায় আবার তাঁদের দেখা হয়। পাঞ্জাবে ‘সুরমা’ ছবির শুটিংয়ে যাওয়ার সময় নেহা তাঁকে কয়েকটি দীপাবলি পার্টিতে আমন্ত্রণ জানান। সেই পার্টিগুলোর একটিতে নেহা মজা করেই অঙ্গদকে, অন্য কারও সঙ্গে সেট করার চেষ্টা করেন। অঙ্গদ তখন হেসে বলেন, “আমার সময় নষ্ট করো না, আমার ডায়েরি আগেই ভর্তি।” সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন করণ জোহর। তিনিই দু’জনকে আলাদা করে কথা বলার পরামর্শ দেন। করণের সেই কথাতেই যেন সবকিছু পরিষ্কার হয়ে যায়। ধীরে ধীরে বন্ধুত্ব ফের গভীর হয়, সম্পর্ক নতুন রূপ নেয়, আর খুব অল্প সময়ের মধ্যেই সেই সম্পর্ক গড়িয়ে যায় বিয়ের দিকে।
মিনি নিলামে ‘সবুজ যুদ্ধে’কেকেআর-সিএসকে! রাসেলের পরিবর্ত পাবে নাইটরা?
ভেঙ্কটেশ আইয়ারকে আবার কিনবে কেকেআর?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Delhi-Agra Expressway Crash)। ঘন কুয়াশার জেরে (Dense fog) পরপর একাধিক বাস ও গাড়ির সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ফলে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের (Buses-cars collided)। আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার ভোরে মথুরার যমুনা এক্সপ্রেসওয়ের আগ্রা-নয়ডা লেনে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম […] The post Delhi-Agra Expressway Crash | ঘন কুয়াশার জের! দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ১০টি বাস-গাড়ির সংঘর্ষ, মৃত ৪ appeared first on Uttarbanga Sambad .
ফের রক্তাক্ত কাশ্মীর, গুলির লড়াইয়ে শহিদ পুলিশকর্মী, আহত এক জঙ্গি
গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
Indian Navy MH-60R Squadron: গোয়ার আকাশে ‘রোম্যান্স’ মার্কিন রোমিওর, পাক খাওয়াবে পাকিস্তানকে
Indian Navy Commissions MH-60R Helicopter Squadron: আগামী ১৭ ডিসেম্বর গোয়ায় INS Hansa থেকে কমিশন করা হবে NAS 335 (Ospreys)-কে। এটির অধীনেই তৈরি হচ্ছে সকল MH-60R রোমিও চপারগুলি। উন্নত অস্ত্র, সেন্সর এবং অ্যাভিওনিক্স স্যুট সব মিলিয়ে রোমিও যেন নৌসেনার 'পাওয়ার-প্য়াকেজ'।
Gold Wearing Rules: পায়ে সোনা পরা কি অশুভ? ভাগ্যে কি খারাপ প্রভাব পড়ে? জানুন শাস্ত্রীয় ব্যাখ্যা
Gold Wearing Rules: হিন্দু ধর্ম ও শাস্ত্রে সোনাকে অত্যন্ত পবিত্র ও শুভ ধাতু হিসেবে গণ্য করা হয়। যে কোনও শুভ কাজ, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ বা পূজার সময়ে শরীরে সোনা রাখা মঙ্গলজনক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, সোনা সৌভাগ্য, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। বিশেষ করে বাঙালি হিন্দু সমাজে সোনার গয়না শুধু অলংকার নয়, তা ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ। বর্তমানে সোনার দাম বেশ চড়া বর্তমান সময়ে সোনার দাম অনেকটাই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেলেও বিয়ের সময় সোনার গয়না তৈরির চল আজও অটুট। অনেকেই আবার শখের বশে শরীরের বিভিন্ন অংশের জন্য সোনার গয়না বানিয়ে থাকেন। কিন্তু শাস্ত্র মতে শরীরের সব অংশে সোনা পরা কি সত্যিই শুভ? বিশেষ করে পায়ে সোনা পরা নিয়ে বহু মানুষের মনে প্রশ্ন ও দ্বিধা রয়েছে। আরও পড়ুন- আজ কেমন যাবে ১২ রাশির ভাগ্য? জানুন বিস্তারিত রাশিফল শাস্ত্র অনুযায়ী, সোনা হল মা লক্ষ্মীর প্রতীক। লক্ষ্মীদেবী ধন, সম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী। অন্য দিকে জ্যোতিষ মতে সোনা দেবগুরু বৃহস্পতির ধাতু। বৃহস্পতি জ্ঞান, ধর্ম, বিবাহ ও আর্থিক স্থিতির কারক গ্রহ। এই কারণেই সোনাকে অত্যন্ত সম্মানের সঙ্গে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, যে ধাতু দেবী লক্ষ্মী ও বৃহস্পতির সঙ্গে যুক্ত, সেই ধাতু পায়ে ধারণ করা অনুচিত। আরও পড়ুন - কানাভাঙা থালায় খাবার খান? নিজেই কিন্তু বিপদ ডেকে আনছেন! পা শরীরের সর্বনিম্ন অঙ্গ। শাস্ত্র মতে পায়ে সোনা পরা মানে শুভ শক্তিকে অবমাননা করা। এই কারণেই বিশ্বাস করা হয়, পায়ে সোনা পরলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। লক্ষ্মীর কৃপা না থাকলে সংসারে আর্থিক স্থিতি বজায় থাকে না। ধীরে ধীরে অর্থনৈতিক সংকট, অপ্রত্যাশিত খরচ ও সঞ্চয়ের ক্ষয় শুরু হতে পারে। আরও পড়ুন- এই সপ্তাহে কোন রাশির প্রেমে আসছে সুখ, কোথায় বাড়বে দূরত্ব? অনেক শাস্ত্রজ্ঞের মতে, পায়ে সোনা পরার ফলে দাম্পত্য জীবনেও নেতিবাচক প্রভাব পড়ে। বিবাহিত জীবনে অশান্তি, ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যায় না। জীবনের বিভিন্ন ক্ষেত্রে বারবার বাধা আসতে থাকে, যার ফলে হতাশা ও অস্থিরতা বাড়ে। আরও পড়ুন- নেতৃত্বে পটু, দলের মাথা হলে কাজ বাজিমাত, এই ৪ তারিখে জন্মানো মেয়েরাই জন্মগত ক্যাপ্টেন জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বৃহস্পতির অবস্থান। সোনা বৃহস্পতির ধাতু হওয়ায় পায়ে তা পরলে কোষ্ঠীতে বৃহস্পতির শক্তি দুর্বল হতে পারে বলে মনে করা হয়। এর প্রভাব পড়ে শিক্ষা, বিবাহ, আর্থিক উন্নতি ও সামাজিক সম্মানের ওপর। বিশেষ করে যাঁদের বৃহস্পতি এমনিতেই দুর্বল, তাঁদের ক্ষেত্রে এই প্রভাব আরও বেশি অনুভূত হতে পারে। তবে শাস্ত্রমতে শরীরের কিছু অংশে সোনা পরা অত্যন্ত শুভ বলে ধরা হয়। গলা, কান, নাক, হাতের আঙুল বা কবজিতে সোনা পরলে তা সৌভাগ্য বৃদ্ধি করে বলে বিশ্বাস। কোমরে সোনা পরা নিয়েও আপত্তি নেই, তবে শর্ত হল, কোমরের নীচে অর্থাৎ পা বা পায়ের আঙুলে সোনা পরা উচিত নয়। এই নিয়ম মানলে শুভ শক্তি বজায় থাকে এবং নেতিবাচক প্রভাব এড়ানো সম্ভব হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, ফ্যাশনের কারণে বা অজান্তেই মানুষ পায়ে সোনার নূপুর বা আংটি পরেন। শাস্ত্র বিশ্বাসে আস্থা থাকলে এই ধরনের অলংকার এড়িয়ে চলাই শ্রেয়। পায়ের জন্য রুপাকে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য বলা হয়েছে, কারণ রুপা শীতল ধাতু এবং তা চন্দ্রের সঙ্গে যুক্ত। সব মিলিয়ে বলা যায়, সোনা অত্যন্ত শুভ ও শক্তিশালী ধাতু হলেও শাস্ত্রীয় নিয়ম না মেনে তা ব্যবহার করলে উলটো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পায়ে সোনা না পরা, শরীরের উপযুক্ত অংশে এই ধাতু ধারণ করা এবং তার প্রতি সম্মান বজায় রাখাই শাস্ত্রসম্মত পথ। বিশ্বাস ও আস্থার সঙ্গে নিয়ম মানলে সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে—এমনটাই শাস্ত্রের মত।
Hijab controversy Bihar: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সদ্য নিয়োগপ্রাপ্ত এক মহিলা আয়ুষ চিকিৎসকের হিজাব টেনে নামানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা মুখ্যমন্ত্রীর “মানসিক স্থিতিশীলতা” নিয়েও প্রশ্ন তুলেছে। ঘটনাটি ঘটে রাজ্যের সচিবালয় ‘সংবাদ’-এ, যেখানে এক অনুষ্ঠানে এক হাজারেরও বেশি আয়ুষ চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, হিজাব পরিহিত এক মহিলা চিকিৎসক যখন নিয়োগপত্র নিতে মঞ্চের সামনে যান, তখন মুখ্যমন্ত্রী তাঁর দিকে তাকিয়ে প্রশ্ন করেন, “এটা কী?” এরপর তিনি সামান্য ঝুঁকে ওই চিকিৎসকের হিজাব টেনে নামিয়ে দেন। আরও পড়ুন- West Bengal weather update: মাঝ ডিসেম্বরেও হাড়কাঁপানো শীত নেই, দিন কয়েকেই ম্যাজিক বদল আবহাওয়ায়? মারকাটারি ঠান্ডার স্রোত দুয়ারেই? ঘটনায় হতভম্ব হয়ে পড়া ওই মহিলা চিকিৎসককে সঙ্গে সঙ্গে মঞ্চের পাশে থাকা এক আধিকারিক সরিয়ে নিয়ে যান। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকেও নীতীশ কুমারের হাত ধরে তাঁকে থামানোর চেষ্টা করতে দেখা যায়। আরও পড়ুন- SIR: আজই খসড়া ভোটার তালিকা প্রকাশ, তালিকায় আপনার নাম আছে তো? এখনই জানুন এই ঘটনার ভিডিও শেয়ার করে আরজেডি ও কংগ্রেসসহ বিরোধী দলগুলি দাবি করেছে, এটি জেডিইউ সভাপতি নীতীশ কুমারের “অস্থিতিশীল মানসিক অবস্থার” প্রমাণ। আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, “এই ধরনের ঘটনা প্রমাণ করে মুখ্যমন্ত্রী নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। কোনও মহিলার হিজাব টানার চেষ্টা অত্যন্ত অরুচিকর। এটি তাঁর আচরণের এক দুঃখজনক প্রতিফলন।” আরও পড়ুন- পুরসভার সাপ্লাই করা জল পান করেই অসুস্থ কমপক্ষে ৫০, মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ, চূড়ান্ত চাঞ্চল্যে হুলস্থূল যদিও মুখ্যমন্ত্রীর পক্ষ নিয়ে পাল্টা সওয়াল করেছে জেডিইউ। দলের প্রধান মুখপাত্র নীরজ কুমার বলেন, “নারী ক্ষমতায়ন ও সংখ্যালঘু কল্যাণে নীতীশ কুমার যা করেছেন, তার সামগ্রিক দিকটি দেখা উচিত। একটি বিচ্ছিন্ন দৃশ্যকে নিয়ে বিরোধীদের অযথা রাজনীতি করা উচিত নয়।” আরও পড়ুন- Salt Lake Stadium chaos: মেসি সফরে চরম বিশৃঙ্খলা যুবভারতীতে, উসকে দিল একাংশের বাংলাদেশির উচ্ছৃঙ্খলতা মুখ্যমন্ত্রী দপ্তর (CMO) সূত্রে জানা গিয়েছে, ওই নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছিলেন ৬৮৫ জন আয়ুর্বেদ চিকিৎসক, ৩৯৩ জন হোমিওপ্যাথ এবং ২০৫ জন ইউনানি চিকিৎসক। এর মধ্যে ১০ জনকে সরাসরি মুখ্যমন্ত্রী নিয়োগপত্র দেন, বাকিরা অনলাইনে নিয়োগপত্র পান।এই ঘটনার জেরে বিহারের রাজনীতিতে নতুন করে বিতর্ক তীব্র হয়েছে।
Strategies for Anxiety: উদ্বেগে ভুগছেন? কমাতে সবচেয়ে কাজের সহজ উপায় এগুলোই
Kolkata Weather Update: ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পার হলেও এখনো হাড়কাঁপানো শীতের দেখা মেলেনি। শহর থেকে জেলায় শীতের আমেজ থাকলেও তীব্র ঠান্ডার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আবহাওয়া দপ্তরের তরফে আপাতত আগামী কয়েক দিনে মারকাটারি ঠান্ডা পড়ার কোনো আগাম পূর্বাভাস নেই। তবে রাজ্যের একাধিক জেলায় কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন না হলেও ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। তবে কুয়াশার দাপট বাড়বে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েক দিন ঘন কুয়াশা দেখা যেতে পারে। এছাড়াও উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও সকালে কুয়াশার প্রভাব থাকবে। সকালের দিকে দৃশ্যমানতা কমে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরও পড়ুন- SIR: আজই খসড়া ভোটার তালিকা প্রকাশ, তালিকায় আপনার নাম আছে তো? এখনই জানুন কলকাতার আবহাওয়া শহর কলকাতায় শীতের আমেজ বজায় রয়েছে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবারও তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আরও পড়ুন- পুরসভার সাপ্লাই করা জল পান করেই অসুস্থ কমপক্ষে ৫০, মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ, চূড়ান্ত চাঞ্চল্যে হুলস্থূল উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার দাপট তুলনামূলকভাবে বেশি। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে এক অঙ্কে, প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পংয়েও তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আরও পড়ুন- Salt Lake Stadium chaos: মেসি সফরে চরম বিশৃঙ্খলা যুবভারতীতে, উসকে দিল একাংশের বাংলাদেশির উচ্ছৃঙ্খলতা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও মালদা সহ উত্তরবঙ্গের সব জেলাতেই শীতের অনুভূতি স্পষ্ট। তবে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।
Jammu Kashmir Encounter: কাশ্মীরে জইশ সন্ত্রাসীদের সঙ্গে গুলির লড়াই, প্রাণ গেল এক পুলিশকর্মীর
Cop Killed in Valley Encounter Drive: মৃতের নাম আমজ়াদ পাঠান। তিনি পুঞ্চের মেন্ধারের বাসিন্দা। সোমবার গোপন সূত্রে খবর পেয়েই উধমপুরে অভিযান চালায় আমজ়াদ-সহ গোটা যৌথ বাহিনী। ওই শহরের সোয়ান এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান নিরাপত্তারক্ষীরা। এরপরই শুরু হয় তদন্ত অভিযান।
RG Kar Victim Parents: পাশাপাশি, এই ঘটনার সঙ্গে একা সাজাপ্রাপ্ত আসামী সঞ্জয় রায় ছাড়াও আরও অনেকেই রয়েছে বলেই দাবি নির্যাতিতার বাবার। এমনকি, একজন মহিলাও জড়িত রয়েছে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। এদিন তিলোত্তমার বাবা বলেন, 'এখানে অনেকেই জড়িত রয়েছে। ডিএনএ রিপোর্টে সেই বিষয়টি স্পষ্ট। একজন মহিলার ডিএনএ, সঙ্গে আরও ছয়টি পুরুষের ডিএনএ রয়েছে। আমরা জানি, তাঁরা কারা, কিন্তু সিবিআইকে তদন্ত করতে হবে।'
SIR in Bengal: প্রকাশের আগেই কমিশনের এই অ্যাপে দেখা যাচ্ছে SIR-র খসড়া তালিকা
Bengal SIR Draft List: গত কয়েকদিন ধরেই খসড়া তালিকা তৈরির কাজে নির্বাচন কমিশনের দফতরে চূড়ান্ত ব্যস্ততা। বাংলায় ভোটার পরিমার্জন প্রক্রিয়ার এটাই প্রাথমিক তালিকা। যা নিয়ে একাংশের মনে সংশয় এবং ভীতির অভাব নেই। চিন্তায় কমিশনের আধিকারিকরাও। নাম-তথ্য়ের গরমিল করে যাতে কোনও ভোটার; তালিকায় প্রবেশ করতে না পারেন সেই দিকেই নজর দিয়েছে তাঁরা।
Ajker Rashifal Bengali, 16 December 2025: আজ কেমন যাবে ১২ রাশির ভাগ্য? জানুন বিস্তারিত রাশিফল
Ajker Rashifal Bengali, 16 December 2025: জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আজ জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি ধনু। বৃহস্পতি ও নেপচুন গ্রহের প্রভাব আজকের দিনে আপনার চিন্তাভাবনা ও সিদ্ধান্তকে প্রভাবিত করবে। এদিন জন্মগ্রহণকারীদের জীবনে আবেগ, কল্পনা ও অন্তর্দৃষ্টির প্রভাব স্পষ্ট থাকবে। মেষ/ Aries রাশিফল Rashifal মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজ পারিবারিক ও দাম্পত্য জীবনে আনন্দের সম্ভাবনা প্রবল। জীবন সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। অবিবাহিতদের জীবনে বিয়ের আলোচনা জোরদার হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত রয়েছে এবং সংসার জীবনে সহযোগিতা পাবেন। আরও পড়ুন - কানাভাঙা থালায় খাবার খান? নিজেই কিন্তু বিপদ ডেকে আনছেন! বৃষ/ Taurus রাশিফল Rashifal বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সাফল্যের হলেও শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। পরিবারের মধ্যে কোনও শুভ সংবাদ আসতে পারে। অকারণ তর্ক বা বিতর্ক এড়িয়ে চললে মানসিক শান্তি বজায় থাকবে। আরও পড়ুন- এই সপ্তাহে কোন রাশির প্রেমে আসছে সুখ, কোথায় বাড়বে দূরত্ব? মিথুন/ Gemini রাশিফল Rashifal মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজ সৃজনশীল কাজের সুযোগ আসবে। শিল্পী ও শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল। প্রেমের ক্ষেত্রে সাফল্য মিলতে পারে এবং প্রতিযোগিতামূলক বিষয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। আরও পড়ুন- নেতৃত্বে পটু, দলের মাথা হলে কাজ বাজিমাত, এই ৪ তারিখে জন্মানো মেয়েরাই জন্মগত ক্যাপ্টেন কর্কট/ Cancer রাশিফল Rashifal কর্কট রাশির জাতক জাতিকাদের বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। মায়ের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার যোগ রয়েছে। গৃহসংক্রান্ত বিষয়ে সুখবর পেতে পারেন, যা ভবিষ্যতের জন্য স্থিতিশীলতা আনবে। আরও পড়ুন- কোন টুথপেস্ট দাঁতের জন্য ভালো? সিংহ/ Leo রাশিফল Rashifal সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজ বৈদেশিক যোগাযোগ ও দূরবর্তী সংযোগে উন্নতির সম্ভাবনা রয়েছে। ভাইবোনের জীবনে শুভ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব আসতে পারে। প্রতিবেশী ও আশপাশের মানুষের সহযোগিতা পাবেন। কন্যা/ Virgo রাশিফল Rashifal কন্যা রাশির জাতক জাতিকারা আজ সামাজিক কোনও অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পারেন। খাদ্য ও আতিথেয়তা সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের জন্য আয় বৃদ্ধির যোগ রয়েছে। পরিবারের সদস্যদের সহযোগিতা মানসিক শক্তি জোগাবে। তুলা/ Libra রাশিফল Rashifal তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজ সম্মান ও স্বীকৃতির দিন। সামাজিক ও সংগঠনিক কাজে সাফল্য আসবে। দীর্ঘদিনের মানসিক ক্লান্তি অনেকটাই দূর হবে এবং নিজের ওপর আস্থা বাড়বে। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজ বিদেশ সংক্রান্ত পরিকল্পনায় অগ্রগতি হতে পারে। পারিবারিক ব্যয় কিছুটা বাড়লেও ভ্রমণের আনন্দ মানসিক চাপ কমাবে। ভবিষ্যৎ পরিকল্পনায় বাস্তববাদী হওয়া প্রয়োজন। ধনু/ Sagitarious রাশিফল Rashifal ধনু রাশির জাতক জাতিকাদের বাড়িতে বন্ধুদের আগমন হতে পারে। পরিবারে বিয়ে বা শুভ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হতে পারে। ব্যবসা বাণিজ্যে উন্নতির যোগ রয়েছে এবং নতুন সুযোগের দরজা খুলতে পারে। মকর/ Capricorn রাশিফল Rashifal মকর রাশির জাতক-জাতিকারা আজ পিতার সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। গৃহস্থালি ও সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়লেও সাফল্যের সম্ভাবনা রয়েছে। দায়িত্বশীল মনোভাব প্রশংসা কুড়াবে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে মনোনিবেশের সময়। বিদেশ সংক্রান্ত পরিকল্পনায় অগ্রগতি হতে পারে এবং ভাগ্যোন্নতির ইঙ্গিত মিলবে। মীন/ Pisces রাশিফল Rashifal মীন রাশির জাতক-জাতিকাদের জন্য আজ ভ্রমণে সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ না করলে আর্থিক চাপ বাড়তে পারে। ভিড় এড়িয়ে চললে শারীরিক ও মানসিক স্বস্তি বজায় থাকবে। আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করায় সামাজিক সম্পর্ক, পারিবারিক যোগাযোগ এবং মানসিক ভারসাম্যের বিষয়গুলি গুরুত্ব পাবে। সকালের কিছু সময় ও রাতের নির্দিষ্ট মুহূর্তে নতুন কাজ শুরু করলে শুভ ফল মিলতে পারে। সাদা ও হলুদ রং আজ অনেক রাশির জন্য সৌভাগ্য বয়ে আনতে সক্ষম।
দেব-শিবপ্রসাদের মধ্যে ভাব হয়ে গেল? মেলালেন সেই স্বরূপ বিশ্বাস?
সময় এগোলেও তিক্ততা কমল না, উলটে বাড়ল চলতি বছরের পুজোতে। এবারও পুজোর বক্স অফিসে মুখোমুখি দেবের রঘুডাকাত ও উল্টো দিকে শিবপ্রসাদ-নন্দিতা জুটির রক্তবীজ টু। এবারও সোশাল মিডিয়ায় ভক্তদের টানাটানি। ২০২৪-এর চিত্রই যেন ফিরে পাওয়া। কিন্তু রবিবার যেন এই লড়াইয়ের সমাপ্তি ঘটল স্বরূপ বিশ্বাসের হাতে, ফেডারেশনের মঞ্চে।
Vantara |এবার জামনগরের ‘ভান্তারা’-য় মেসি! অনন্য পরিবেশে অনন্ত আম্বানির আতিথেয়তা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে ‘গোট (GOAT) ইন্ডিয়া ট্যুর’-এর মাঝে এবার এক নতুন ও অপেক্ষাকৃত শান্ত পরিবেশে পা রাখতে চলেছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন এই কিংবদন্তি এবার গুজরাটের জামনগরে অবস্থিত বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ‘ভান্তারা’ পরিদর্শনে যাবেন। সেখানে তিনি আতিথেয়তা গ্রহণ করবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানির। সূত্রের খবর, মেসি তাঁর […] The post Vantara | এবার জামনগরের ‘ভান্তারা’-য় মেসি! অনন্য পরিবেশে অনন্ত আম্বানির আতিথেয়তা appeared first on Uttarbanga Sambad .
১৬ ডিসেম্বর রাশিফল: বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা কুম্ভ রাশির, কী রয়েছে আপনার ভাগ্যে?
রাশি অনুযায়ী জেনে নিন কী রয়েছে আপনার ভাগ্যে।
কালান্তার ( ১৬ ডিসেম্বর ২০২৫ )
কালান্তর পত্রিকা পড়তে এবং ডাউনলোড করতে READ MORE বাটনের উপর ক্লিক করুন। Copyrighted and all rights reserved by Kalantar
Sunlight Exposure: রোদে বেশি সময় কাটালে কি সত্যিই আয়ু বাড়ে, কী বলছে বিজ্ঞান?
সংখ্যালঘু এলাকায় নয়, মতুয়াগড়েই বেশি ‘আনম্যাপড’ভোটার! ফাঁস বিজেপির ‘মিথ্যাচার’
কমিশন সূত্রে খবর, সবথেকে বেশি আনম্যাপড ভোটার শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুরের আসন উত্তর ২৪ পরগনার গাইঘাটায়।
Pahalgam terror attack |পহেলগাঁও জঙ্গি হামলা: ৮ মাস পর চার্জশিট জমা দিল এনআইএ
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী জঙ্গি হামলার প্রায় ৮ মাস পর জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) এই মামলায় ৫ অভিযুক্ত এবং দু’টি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে, এই হামলার মূল চক্রী ছিল পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (LeT)-র শীর্ষ কমান্ডার সাজিদ জাট (Sajid Jatt)। গত ২২ এপ্রিলের ওই […] The post Pahalgam terror attack | পহেলগাঁও জঙ্গি হামলা: ৮ মাস পর চার্জশিট জমা দিল এনআইএ appeared first on Uttarbanga Sambad .
জর্ডনে পৌঁছলেন মোদি, রাজকীয় অভ্যর্থনায় স্বাগত ভারতের প্রধানমন্ত্রীকে
উপস্থিত ছিলেন জর্ডনের প্রধানমন্ত্রী জাফর হাসান।
SIR in Bengal: ‘অনেক বুঝিয়েছি, ভয় কাটেনি’, মহিলার আত্মহত্যায় SIR আতঙ্কের অভিযোগ স্বামীর
Woman commits suicide: মৃতার স্বামী রণজিৎ গুঁই বলেন, এসআইআর শুরু হওয়ার পর থেকে আতঙ্কে থাকত। কী হবে জানতে চাইত। আমি বোঝাতাম। বাইরে থাকলে ফোনে বোঝাতাম। কোনও মতেই আতঙ্ক কাটছিল না। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
RBI New Rules: দিতে হবে অতিরিক্ত সুদ, তিন মাসের ‘ডেডলাইন’! সেভিং ও FD-তে নীতি বদল RBI-র
RBI on FD Rules: রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে বলা হয়েছে, এক লক্ষ টাকা পর্যন্ত জমায় দেশের সমস্ত ব্যাঙ্ক একই হারে সুদ দেবে। সরকারি, বেসরকারি সমস্ত ব্যাঙ্কের ক্ষেত্রে এক নিয়ম। এতদিন পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে ইচ্ছামতো আকর্ষণীয় সুদের কথা বলে গ্রাহকসংখ্যা বাড়ানোর চেষ্টা করত বিভিন্ন ব্যাঙ্ক।
China Demands Taiwan: একাংশ বলছেন, মহড়া নিয়ে বিবাদটা আসলেই প্রাথমিক, লোক দেখানোর জন্য। এর গভীরে রয়েছে তাইওয়ান তত্ত্ব। এই তাইওয়ান নিয়ে বরাবরই আগ্রাসী মনোভাব রয়েছে চিনের। সংশ্লিষ্ট দ্বীপরাষ্ট্রকে শিয়ের সরকার বরাবর নিজেদের এলাকা বলেই দাবি করে এসেছে। যা মানতে নারাজ তাইওয়ান।
Chernobyl Nuclear Plant: উন্মুক্ত চেরনোবিল! ইউক্রেনের উপর ঘুরপথে পারমাণবিক হামলা চালাল রাশিয়া
Chernobyl Nuclear Plant Damaged: দিন কয়েকের মধ্যেই চেরনোবিল হামলাকে কেন্দ্র করে সুর চওড়া করেন একাংশের পরমাণু বিজ্ঞানী। দাবি করেন আন্তর্জাতিক তদন্তের। এরপরই এই নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন ও আন্তর্জাতিক আদালতে মামলা করে তাঁরা। দাবি একটাই রুশ ড্রোনের হামলা তেজস্ক্রিয় নিরাপত্তার চাদর ছিঁড়ে গিয়েছে কিনা তা দেখতে হবে।
ভরা মঞ্চে তরুণীর হিজাবে টান মেরে বিতর্কে নীতীশ! ‘জঘন্য কাজ’, তোপ কংগ্রেসের
দেখুন ভাইরাল ভিডিও।
Messi in Kolkata: লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
Sajal Ghosh on Yuva Bharati Chaos: মেসির আগমন ভোটমুখী বাংলায় তৈরি করে গেল হাজার বিতর্ক। মুখ পুড়ল এই রাজ্যের। তাও আবার আন্তর্জাতিক স্তরে। যা নিয়ে চড়ল রাজনীতি। বামেরা মনে করালেন সুভাষ চক্রবর্তীর আমলে মারাদোনার আগমনের কথা। বিজেপির এখনও বাংলার বুকে স্মরণ করানোর কিছু নেই। তাঁদের কাছে রয়েছে আশ্বাস, প্রতিশ্রুতি। । সেটাই দিলেন তাঁরা।
Sajal Ghosh: ‘উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন…’, ভোটের আগেই ‘ফলাফল ঘোষণা’ সজলের
Sajal Ghosh on Humayun Kabir: হুমায়ুন আবার তৃণমূলে সঙ্গে হাঁটবে বলেই মত তাঁর। পাশাপাশি, যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন। তা হলে উপমুখ্যমন্ত্রী, যে পদে আপাতত বাংলায় কেউ নেই। সেটা যাবে ভরতপুরের ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের থলিতে। কিন্তু কেন এই তত্ত্ব দিলেন সজল?
সত্যিই কি নীল-তৃণার বিয়ে ভাঙছে? গুঞ্জনের মাঝেই ভাইরাল সহ-অভিনেত্রীর পোস্ট
কী লেখা ওই পোস্টে?
‘ধুরন্ধর’বলিউড! পাকিস্তানের সিনেমায় এমন ক্ষমতাঘর কখনও দেখানো হয়নি
পন্থাটি সরলীকৃত।
আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় সিকিমের মনিতার, ওড়ালেন তেরঙ্গা
মাইনাস ৩১ ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডাকে ডোন্ট কেয়ার।
মেসিকে দাঁড় করিয়ে অজয় দেবগন, টাইগার শ্রফকে সংবর্ধনা, ওয়াংখেড়েতে জনতার ‘রোষে’দুই অভিনেতা
ওয়াংখেড়ের অনুষ্ঠান নিয়েও কাটাছেঁড়া! ফাঁস ভিডিও।
ভোটের আগে পাহাড় আবেগে শান! গোর্খাদের মন পেতে উদ্যোগী এডওয়ার্ড
সদস্য পদ সংগ্রহে ডিজিটাল ব্যবস্থা চালু করেছেন অজয় এডওয়ার্ড।
হাস্তা প্রোন্তো! ভারতের ভালোবাসায় ভেসে ‘গোট ট্যুরের’শেষে মেসি বললেন, ‘আবার ফিরে আসব’
পরেরবার কি ম্যাচ খেলতে ভারতে আসবেন মেসি?
Explained: CIA-র গোপন ‘অস্ত্র’ হিমালয়ের কোলে? গঙ্গায় মিশছে তেজস্ক্রিয় পদার্থ?
তুষারঝড়ের তীব্রতা দেখে ভীত ক্যাপ্টেন সেদিন অভিযানকারী দলকে রেডিওতে বলেন, 'ক্যাম্প ফোর? আমাদের কথা শোনা যাচ্ছে? আমরা অ্যাডভান্স বেস ক্যাম্প বলছি। দ্রুত ফিরে এস তোমরা। এক মিনিট সময়ও নষ্ট করবে না। যেটা নিয়ে গেছ, সেটাকে রেখেই ফিরে এস। এই অবস্থায় ওটাকে নিচে আনার চেষ্টা করবে না।' ক্যাপ্টেনের নির্দেশ পেয়ে অভিযাত্রী দল 'ক্যাম্প ফোর' নিউক্লিয়ার ডিভাইসটি ফেলে রেখেই নেমে আসতে থাকে। নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছিল, তার প্রায় এক তৃতীয়াংশ প্লুটোনিয়াম ওই ডিভাইসে ছিল। তারপর থেকে আর কেউ কোনওদিন ওই যন্ত্রটিকে চোখে দেখেনি।
মানসিক ভারসাম্যহীন তরুণীকে ‘ধর্ষণ’, পালাতে গিয়েই পুলিশের জালে বাসচালক
ব্যাপক শোরগোল মুর্শিদাবাদের ফরাক্কায়।
সেলফির অছিলায় কাছে এসেই গুলি, পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড় খুন!
ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রানা বালাচৌরিয়ার।
প্রযুক্তিগত কারণের জেরেই ভুল সময়ে ছবি পোস্ট! যুবভারতী কাণ্ড নিয়ে সাফাই শুভশ্রীর
কী জানালেন অভিনেত্রী?
খাবার পৌঁছে দিতে হাইওয়েতে ছুটছিল বাইক, ছিটকে পড়তেই ডেলিভারি বয়কে পিষে দিল গাড়ি!
ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারের সদস্যদের মধ্যে।
রাখে হরি মারে কে! হামাস হামলায় প্রাণে বাঁচার পর বন্ডি হত্যাকাণ্ডেও রক্ষা, কী বলছেন ‘ভাগ্যবান’?
সপরিবারে যুবক অস্ট্রেলিয়ায় এসেছিলেন।
Road Accident |বাড়িতে ১৮ দিনের সদ্যোজাত সন্তান! দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের
সামসী:দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে (Road Accident) প্রাণ হারালেন এক প্রাইমারি স্কুলের শিক্ষক। সোমবার সন্ধ্যা ৬ টা নাগাদ ঘটনাটি ঘটেছে সামসীর ভগবানপুর ৩১ নং জাতীয় সড়কে। মৃত শিক্ষকের নাম বিপুল মণ্ডল (৩৫)। রতুয়া-২ ব্লকের আড়াইডাঙ্গা উত্তর হরিপুরের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। পড়াতেন মেঘডুমরা প্রাইমারি স্কুলে। স্ত্রী ও ১৮ দিনের সন্তানকে নিয়ে সামসী গণেশ পাড়ায় ভাড়া থাকতেন। […] The post Road Accident | বাড়িতে ১৮ দিনের সদ্যোজাত সন্তান! দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের appeared first on Uttarbanga Sambad .
আচমকাই ছিটকে গেলেন অক্ষর, শেষ দু’টি টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক বাংলার ক্রিকেটারকে
ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে আছেন বাংলার ক্রিকেটার।
Tmc worker killed |কোপানোর পর গুলি! পুরোনো বিবাদের জেরে খুন তৃণমূলকর্মী
জঙ্গিপুর: পুরনো বিবাদের জেরে খুন হলেন এক তৃণমূলকর্মী (Tmc worker killed)। আলেম শেখ নামে ওই তৃণমূলকর্মীকে প্রথমে কুপিয়ে পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়। মুর্শিদাবাদের ফরাক্কা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আলম শেখ পেশায় নৈশ প্রহরীর কাজ করতেন। পাশাপাশি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। তার বৌদি বৌদি হাসনারা বিবি স্থানীয় পঞ্চায়েত সমিতির তৃণমূলের […] The post Tmc worker killed | কোপানোর পর গুলি! পুরোনো বিবাদের জেরে খুন তৃণমূলকর্মী appeared first on Uttarbanga Sambad .
বাইকে চেপে ফেরার পথে ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, খড়গ্রামে মৃত ৩
কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পুরসভার সাপ্লাই করা জল পান করেই অসুস্থ কমপক্ষে ৫০, মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ, চূড়ান্ত চাঞ্চল্যে হুলস্থূল
পুরসভার সাপ্লাই করা জল পান করে অসুস্থ কমপক্ষে ৫০। আর এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে ধুলিয়ান পুর এলাকায়। জানা গিয়েছে, ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি এলাকায় পুরসভার সাপ্লাই করা জল খেয়ে প্রায় ৮০ থেকে ৯০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এই মর্মান্তিক ঘটনার মধ্যেই একজনের মৃত্যুর অভিযোগও সামনে এসেছে। যদিও প্রশাসনের তরফে এবিষয়ে কিছু স্পষ্ট করে জানানো হয়নি। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এদিকে ঘটনার পর একের পর এক অসুস্থ ব্যক্তিকে তড়িঘড়ি অনুপনগর হাসপাতাল ও জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় ধুলিয়ান পুরসভার পক্ষ থেকে মাইকিং করে পুরসভার সরবরাহ করা জল পান না করার নির্দেশ দেওয়া হয়। চাপের মুখে পড়ে পৌরসভার তরফে ১১ নম্বর ওয়ার্ডে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়। তবে এলাকাবাসীর প্রশ্ন, ঘটনার পরেই কেন এই তৎপরতা? জল সরবরাহের আগে কেন নিয়মিত পানীয় জল পরীক্ষা করা হয়নি তা নিয়ে উঠছে একাধিক অভিযোগ। এ বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর খাইরুল ইসলাম বলেন, ওয়ার্ডের কয়েকটি এলাকায় এই সমস্যা দেখা দিয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে পুরো টিম কাজ করছে। যাঁর মৃত্যু হয়েছে, তাঁর পরিবারের সঙ্গে দেখা করা হয়েছে এবং ধুলিয়ান পুরসভা সব রকমভাবে পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও দাবি করেন কাউন্সিলর। তবে পুরসভার এই দাবির বিপরীতে মৃতের পরিবার তীব্র অভিযোগ তুলেছে। তাঁদের বক্তব্য, পরিবারের একজনের মৃত্যু হলেও চেয়ারম্যান বা বিধায়ক কেউই এখনও বাড়িতে এসে পাশে দাঁড়াননি। কোনও আর্থিক বা প্রশাসনিক সাহায্যও পাওয়া যায়নি বলে অভিযোগ। মৃতের পরিবারের দাবি, সঠিকভাবে জল পরীক্ষা না করেই সাধারণ মানুষের কাছে জল সরবরাহ করা হয়েছিল। তাঁদের কথায়, যথাযথ পরীক্ষা হলে আজ এই প্রাণহানি ঘটত না। এই মৃত্যুর দায়িত্ব কার, সে প্রশ্নও তুলেছেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে ধুলিয়ান পুর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসীর হুঁশিয়ারি, ভবিষ্যতে আবার এমন ঘটনা ঘটলে তাঁরা বড়সড় আন্দোলনে নামবেন। আরও পড়ুন- ফুটবলের কালো অধ্যায় কলকাতায়! কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে কীভাবে যোগাযোগ? টাকা কি রিফান্ড পাবেন দর্শকরা? আরও পড়ুন- 'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়
আজ ভারতের বুকে সফরের শেষ দিন মেসির। ফুটবলের কিংবদন্তি তাঁর যাত্রা শুরু করেছিলেন দিন তিনেক আগে, কলকাতা থেকে যে অভিজ্ঞতা নিয়ে তিনি ভারতের অন্যান্য রাজ্যে গিয়েছিলেন। খেয়াল করলে দেখা যাবে, সেখানে তাঁকে নিয়ে যে ধরনের উৎসবের আমেজ ছিল, তা দেখার মত। মেসি গোটা মাঠে দাপিয়ে বেড়িয়েছেন সেখানে। তবে, কলকাতার নাম যে একটু হলেও বদনাম হয়েছে, এই নিয়ে জানিয়েছিলেন দেব নিজেও। অভিনেতা গতকাল এক অনুষ্ঠানে জানান, আশা করব যারা ব্যবস্থাপনায় আছেন, তাঁরা এটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। তাঁর সঙ্গে সঙ্গে দেব আরও বলেন, আমায় কষ্ট দিয়েছে এই ঘটনাটা। কারণ, কলকাতায় অনেক মানুষ এসেছেন। অনেকেই আছেন যারা বারবার অনুষ্ঠান করেছেন, এই ঘটনা খুব অবাক করেছে। এখানেই শেষ না। মেসি ম্যাসাকার নিয়ে নিজেদের মন্তব্য রেখেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা নিজেও। অঙ্কুশকেও সেদিন দেখা যায়নি মেসির অনুষ্ঠানে। Messi-Sunil in Mumbai: মেসি–সুনীল একই মঞ্চে মুম্বইয়ে, কলকাতায় কেন নয়? প্রশ্ন তুললেন রাহুল দেব বসু এদিকে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেই অনুষ্ঠানে গিয়ে মেসির সঙ্গে ছবি তুলেছেন। শুধু তাই নয়, তিনি G.O.A.T এর বদলে সেটিকে যেভাবে লিখেছিলেন সমাজ মাধ্যমে, তাঁর অর্থ দাঁড়ায় ছাগল - একারণেই আরও সমালোচনার মুখোমুখি তিনি। যে কারণে টিটাগর থানায় নিজের স্ত্রীর সম্মান রক্ষায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে অঙ্কুশ? তাঁর কী বক্তব্য? তাঁর কথায়, সবকিছু যদি সাইডে রাখি তাহলে মাথায় রাখতে হবে, যারা নিজেদের অত্যন্ত পরিশ্রমের অর্জন করা টাকা দিয়ে মেসিকে দেখতে গিয়েছেন, তাঁদের সঙ্গে সত্যিই অন্যায় হয়েছে। বাকি যা আনুষাঙ্গিক হচ্ছে, একে ট্রোল করা বা কিছু বলা সেটা আলাদা। কিন্তু মানুষ তাঁকে দেখতে গিয়ে, হতাশ হয়েছেন, দেখতে পাননি। সবকিছুর মধ্যে সত্যি এটা, যে এমন মানুষ গিয়েছেন যাদের স্যালারি আর টিকিটের দাম একই। সেই জায়গায় যে মানুষের টাকা নিয়ে তারা দাম পেলেন না, এটা খুব কষ্টের। Messi Kolkata Chaos: মেসি-ঝড় কলকাতায়, ছবি পোস্ট করতেই ক্ষুব্ধ ভক্তদের নিশানায় শুভশ্রীর আপ্ত সহায়ক অঙ্কুশ এখানেই থামলেন না। তিনি এও বাতলে দিলেন, ঠিক কী কী করা উচিত পরবর্তীতে এহেন অনুষ্ঠানের আয়োজন করা হলে। অঙ্কুশের কথায়, আমাদের পরবর্তীতে এটা বুঝতে হবে, যখন গড ফিগার কাউকে আনা হচ্ছে, সেই ম্যানেজমেন্ট যেন হয়। কারণ, মেসি সেলিব্রিটি নন শুধু, তিনি ঈশ্বরতুল্য অনেকের কাছে। তাঁকে লোকে পুজো করেন। সেটা ভেবেই প্ল্যান করা উচিত।
পঞ্চায়েত সমিতির ভিতরেই শিক্ষা কর্মাধ্যক্ষকে বেধড়ক মার! ফের বিতর্কে খানাকুলের বিজেপি বিধায়ক
ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়।
রাজ্যসভায় শান্তনুকে বিঁধলেন মমতাবালা, ‘প্রাতিষ্ঠানিক খুন’, SIR মৃত্যুতে তোপ ঋতব্রতর
কেন্দ্র ও কমিশন মতুয়াদের ঘরছাড়া করার চক্রান্ত করেছে বলেই দাবি মমতাবালা ঠাকুরের।
করিশ্মা কাপুরের সঙ্গে বিয়ে অক্ষয় খান্নার! জেনে নিন বিস্তারিত
সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন তিনি এখনও অবিবাহিত, তা নিয়ে স্পষ্ট উত্তর দিয়েছেন। অক্ষয়ের কথায়, বিয়ে করা মানেই পরাধীন হয়ে যাওয়া। কাঁধের উপর বিরাট দায়িত্ব। আর এই দায়িত্ব নেওয়াটাই পছন্দ নয় অক্ষয়ের। আর সেই কারণেই নিজের ব্যাচেলার লাইফকে খুবই পছন্দ করেন অক্ষয়।
Winter Delicacies: এই শীতে অবশ্যই খেতে হবে যে সব ঐতিহ্যবাহী খাবার, উষ্ণ রাখবে শরীর ও মন
Heroin seized: ২ জেলা থেকে ১০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, চমকে উঠছে পুলিশও
Malda and Nadia: পুলিশ সূত্রে খবর, সোমবার মুর্শিদাবাদের বহরমপুরের দিক থেকে পাচারের জন্য এই বিপুল পরিমাণ হেরোইন পাঁচখেলা এলাকায় নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মীরা পুলিশ ফাঁড়ির পুলিশ একটি স্করপিও গাড়িকে ধাওয়া করে পাঁচখেলা এলাকায় ধরে ফেলে। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন।
Death Certificate: উধাও ১০০ ডেথ সার্টিফিকেট, টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে না তো? উঠল গুরুতর অভিযোগ
Siliguri: চলতি বছরের ২০ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট জেলাশাসকের উদ্দেশে নির্দেশিকা দিয়ে জানায় দ্রুত এই ১০০টি ডেথ সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করতে হবে। জনসমক্ষে নোটিস দিয়ে তা জানানো কথা বলা হয়েছিল। কিন্তু এরপর বেশ কয়েক মাস পেরিয়ে গিয়েছে, এখনও এই নির্দেশিকা জারি করা হয়নি।
রাজধানীর বাতাসে ‘বিষ’, পঞ্চম শ্রেণি পর্যন্ত অনলাইনে পঠনপাঠনের নির্দেশ দিল্লি সরকারের
সোমবার রাজধানীর বাতাসের একিউআই ছিল ৪৫০-এর উপরে।
Messi in Delhi Event: মেসির হাতে 'বিশেষ উপহার' জয় শাহের, চমকে উঠল গোটা দেশ
Lionel Messi: আর্জেন্টিনার সুপারস্টার তথা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি আপাতত ভারত সফরে রয়েছেন। এই সফরের তৃতীয় তথা অন্তিম দিন তিনি দেশের রাজধানী দিল্লিতে মেসি ম্যাজিক দেখতে পাওয়া গেল। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলবেলা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে এসেছিলেন। সেখানেই তিনি সমর্থকদের হৃদয় জয় করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ (Jay Shah), DDCA সভাপতি রোহন জেটলি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মেসির সঙ্গে দেখা করেন। ইতিমধ্যে জয় শাহ মেসির হাতে একটি বিশেষ উপহার তুলে দেন। Lionel Messi: মোদীর সঙ্গে দেখা করবেন না মেসি, পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ মেসির হাতে বিশেষ উপহার তুলে দিলেন জয় শাহ কলকাতা হায়দরাবাদ এবং মুম্বইয়ের পর কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি দিল্লিতে পা রাখেন। সেখানে তিনি আইসিসি সভাপতি জয় শাহের সঙ্গে দেখা করেন। এই অনুষ্ঠানে তিনি 'Messi' নামাঙ্কিত একটি টি-২০ বিশ্বকাপের জার্সি উপহার হিসেবে তুলে দেন তিনি। মেসির পাশাপাশি লুই সুয়ারেজকে ৭ নম্বর এবং রডরিগো ডি পলের হাতে ৯ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে। Lionel Messi Kolkata chaos: মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে মামলা! যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে আইনি লড়াই শুরু এরপর মেসির এই ভারত সফর আরও স্পেশাল করতে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সই করা একটি ক্রিকেট ব্যাটও মেসির হাতে তুলে দেওয়া হয়। এখানেই শেষ নয়। আগামী টি-২০ বিশ্বকাপে ম্য়াচ দেখতে আসার জন্য মেসিকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি তাঁকে টিকিটও দেওয়া হয়েছে। Lionel Messi And Narendra Modi Meeting: কখন-কোথায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন মেসি? জানুন বিস্তারিত সমর্থকদের ধন্য়বাদ জানালেন মেসি অন্যদিকে, স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের হাত নাড়িয়ে অভিবাদন জানালেন। কয়েকজনকে তিনি ফুটবলও উপহার দেন। ইভেন্টের পর মেসি বললেন, 'এই কয়েকদিনে ভারত থেকে যে ভালোবাসা এবং স্নেহ পেয়েছি, সেটা ভাষায় বর্ণনা করতে পারব না। সেকারণে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার কাছে সত্যিই একটা দুর্দান্ত অভিজ্ঞতা।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, এই ভালবাসাকে পাথেয় করেই আমি দেশে ফিরব। আমি আবারও ফিরে আসবে। আশা করছি, একদিন ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলব। ইভেন্ট শেষ হতেই মেসি অরুণ জেটলি স্টেডিয়াম থেকে রওনা দেন।
পড়শির সঙ্গে জোর বচসা, মাথা ফাটিয়ে টেলি অভিনেতাকে প্রাণে মারার হুমকি, প্রকাশ্যে ‘রক্তাক্ত’ভিডিও
প্রমাণ স্বরূপ ভিডিও পোস্ট করে কী জানালেন জনপ্রিয় অভিনেতা?
‘পুলিশকে শিক্ষা দিতে নিখোঁজের নাটক! ৫৫ দিন পর ‘শ্রীঘরে’বিজেপি নেতা
অভিযোগ তোলা হয় , পুলিশই অবৈধভাবে প্রীতমকে আটকে রেখেছে।
Cake Recipe: সামনেই বড়দিন, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সাবেকি ফ্রুট কেক
ক্রিসমাসের ঐতিহ্য ও রীতি মেনে ঘরে ঘরে বাজার থেকে ফ্রুটস কেক আনা হয়। কিন্তু এবার যদি নিজেই বানাতে চান, তাহলে খুব সহজেই বানিয়ে নিন অথেনটিক ক্রিসমাস কেক। কীভাব, কী কী উপাদান দিয়ে এই ঐতিহ্যবাহী কেকটি তৈরি করবেন, তা জেনে নিন একনজরে…
SIR: খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
SIR: অপেক্ষা শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। মঙ্গলবার সকালেই প্রকাশ হতে চলেছে নির্বাচন কমিশনের প্রথম খসড়া তালিকা। সেই তালিকায় নাম আছে কি না, তা জানতে উদগ্রীব সাধারণ মানুষ। দুভাবে এই নাম জানা যাবে। দেখে নিন সেই প্রক্রিয়া।
লস্করের ষড়যন্ত্রেই ধর্ম দেখে হত্যা, পহেলগাঁও হামলার আট মাস পরে চার্জশিট, পাঁচ অভিযুক্ত কারা?
লস্করের ট্রিগার হিসাবে কাজ করে টিআরএফ।
Ankita Lokhande |অঙ্কিতা লোখান্ডের শ্বশুরবাড়িতে জিএসটি দল! কোন অপরাধে জরিমানা?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড তথা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande) শ্বশুরবাড়ি ফের শিরোনামে! বিলাসবহুল জীবনযাপন এবং সম্প্রতি বিবাহবার্ষিকী উদযাপনের মাঝেই ছত্তীসগঢ়ের শিল্পপতি স্বামী ভিকি জৈনের (Vicky Jain) পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিল বিশেষ জিএসটি (GST) দল। আয়কর ফাঁকি এবং ব্যবসায়িক লেনদেনে গুরুতর কারচুপির অভিযোগে গত ১২ ডিসেম্বর সকাল থেকে শুরু হয় এই […] The post Ankita Lokhande | অঙ্কিতা লোখান্ডের শ্বশুরবাড়িতে জিএসটি দল! কোন অপরাধে জরিমানা? appeared first on Uttarbanga Sambad .
Vastu Shastra Tips: কানাভাঙা থালায় খাবার খান? নিজেই কিন্তু বিপদ ডেকে আনছেন!
Vastu Tips: আমাদের দৈনন্দিন জীবনে বাসনপত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন—সব ক্ষেত্রেই বাসনের সঙ্গে আমাদের নিত্য যোগাযোগ। কিন্তু অনেক সময় দেখা যায়, কাপ-প্লেট বা থালার কোনও একটা কোণা ভেঙে গেলেও আমরা সেটি ফেলে দিতে চাই না। মনে করি, সামান্য ভাঙা, এখনও তো ব্যবহার করা যায়। বাস্তুশাস্ত্র (Shastra) বলছে, এই অভ্যাসটি কিন্তু মোটেও শুভ নয়। এই বাস্তু সমস্যা দূর করুন বাস্তুমতে ভাঙা বাসন শুধুমাত্র একটি জিনিস নয়, এটি অসম্পূর্ণতা এবং ভাঙনের প্রতীক। যে কোনও ভাঙা বস্তু নিজের মধ্যেই নেগেটিভ শক্তি বহন করে বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে খাবার খাওয়ার মত গুরুত্বপূর্ণ কাজে যদি ভাঙা বা ফাটল ধরা বাসন ব্যবহার করা হয়, তাহলে সেই নেগেটিভ শক্তি সরাসরি মানুষের শরীর ও মনে প্রভাব ফেলতে পারে। আরও পড়ুন- এই সপ্তাহে কোন রাশির প্রেমে আসছে সুখ, কোথায় বাড়বে দূরত্ব? বাস্তুশাস্ত্র অনুসারে, ভাঙা কাপ বা প্লেটে চা বা জল পান করলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে মানসিক অস্থিরতা বাড়ে এবং অকারণে মন খারাপ বা বিরক্তি তৈরি হয়। শুধু তাই নয়, ধীরে ধীরে বাড়িতে বাস্তুদোষও সৃষ্টি হতে পারে। অনেকেই লক্ষ্য করেন, বাড়িতে অকারণ ঝগড়া, অশান্তি বা মতবিরোধ বেড়ে যাচ্ছে। বাস্তুমতে এর পিছনে অন্যতম কারণ হতে পারে ভাঙা বাসন জমিয়ে রাখা। আরও পড়ুন- এই সপ্তাহে কোন রাশির জীবনে ঘটতে চলেছে কী পরিবর্তন? দেখে নিন সাপ্তাহিক রাশিফল! বিশ্বাস অনুযায়ী, ভাঙা বাসনে খাবার খাওয়ার অর্থ হল দারিদ্রকে আমন্ত্রণ জানানো। অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে সমস্যার সূত্রপাত হতে পারে। টাকা এলেও তা হাতে টেকে না, অপ্রত্যাশিত খরচ বাড়ে বা সঞ্চয় করতে গেলেই বাধা আসে। বাস্তুশাস্ত্রে বলা হয়, ভাঙা চিনামাটির বাসন ঘরে জমিয়ে রাখলে রাহুর অশুভ প্রভাব বৃদ্ধি পায়। এর ফলে জীবনে অনিশ্চয়তা, মানসিক চাপ এবং নানা ধরনের বাধা আসতে পারে। আরও পড়ুন- নেতৃত্বে পটু, দলের মাথা হলে কাজ বাজিমাত, এই ৪ তারিখে জন্মানো মেয়েরাই জন্মগত ক্যাপ্টেন আরও একটি প্রচলিত বিশ্বাস হল, ভাঙা বাসনে খাবার খেলে দুর্ভাগ্য নেমে আসে। ভাগ্যের চাকা যেন উলটো দিকে ঘুরতে শুরু করে। কাজের জায়গায় সমস্যা, সম্পর্কের টানাপোড়েন কিংবা স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে। ভাঙা মানেই অসম্পূর্ণতা এবং ধ্বংসের প্রতীক। তাই এমন বাসন ব্যবহার করলে বাড়ির আর্থিক স্থিতি এবং মানসিক শান্তি দুটোই নষ্ট হতে পারে বলে মনে করা হয়। আরও পড়ুন- সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, আজ কার ভাগ্যে উন্নতি আর কার বাড়বে সতর্কতা বাস্তুশাস্ত্রে বলা হয়, ভাঙা অংশ বা সূক্ষ্ম ফাটল দিয়েই নেগেটিভ শক্তি ঘরে প্রবেশ করে। চোখে না পড়লেও সেই ফাটল শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করে। এর প্রভাব পড়ে সংসারের ওপর। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ে, সম্পর্কের উষ্ণতা কমতে শুরু করে। অনেক সময় দেখা যায়, আগে যেসব বিষয়ে সহজে সমাধান হত, সেগুলো নিয়েই এখন বড় সমস্যা তৈরি হচ্ছে। খাবার খাওয়া শুধু শারীরিক প্রয়োজন নয়, এটি এক ধরনের মানসিক সন্তুষ্টিরও বিষয়। শান্ত মনে, ভরা থালায় খাবার খেলে মনও তৃপ্ত হয়। কিন্তু, যদি ভাঙা বা কানাভাঙা বাসনে খাওয়া হয়, তাহলে অবচেতনে অসম্পূর্ণতার অনুভূতি তৈরি হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এর ফলে জীবনে সন্তুষ্টির অভাব দেখা দেয় এবং মানসিক অশান্তি ধীরে ধীরে বাড়তে থাকে। প্রতিকার হিসেবে বাস্তুশাস্ত্র খুব সহজ কিছু উপায় বাতলে দেয়। কোনও বাসনে অল্প চিড় বা ফাটল দেখা দিলেই সেটি দীর্ঘদিন জমিয়ে না রেখে দ্রুত বাতিল করা উচিত। নতুন, অক্ষত বাসন ব্যবহার করলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে। শাস্ত্রমতে, সোনা বা রুপোর বাসনে খাবার খেলে ভাগ্যের উন্নতি হয় বলে বিশ্বাস করা হয়। যদিও সাধারণ মানুষের পক্ষে তা সবসময় সম্ভব নয়। সেই ক্ষেত্রে কাঁসা বা পিতলের বাসন ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধাতুগুলি স্বাস্থ্য ও বাস্তু—দু’দিক থেকেই উপকারী বলে মনে করা হয়।
২০২৬ রবির বছর, কোন কোন রাশি হবে লাভবান?
রবিকে বলা হয় গ্রহরাজ। সূর্যের প্রভাবে এই বছরটি বেশ কয়েকটি রাশির জন্য নিয়ে আসতে পারে অপ্রত্যাশিত সৌভাগ্য ও সাফল্য। কর্মক্ষেত্র থেকে শুরু করে আর্থিক এবং ব্যক্তিগত জীবনেও দেখা যেতে পারে বড়সড় পরিবর্তন। জ্যোতিষ মতে, একাধিক শুভ যোগ এবং রাজযোগের সৃষ্টি হওয়ায় কিছু রাশির জাতক-জাতিকারা পেতে পারেন 'জ্যাকপট' মুহূর্ত।
মঙ্গলে খসড়া প্রকাশ, নাম বাদ যাবে না তো? SIR ‘আতঙ্কে’চরম সিদ্ধান্ত দুর্গাপুরের বধূর
ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়।
গোয়ায় অগ্নিকাণ্ড: ‘দায় তো কাউকে নিতেই হবে’! নৈশক্লাবে ছাড়পত্র নিয়েও প্রশ্ন তুলল হাইকোর্ট
আগামী ৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
Nabanna: ‘ভিআইপি কালচার চলবে না’, বড় বার্তা মমতার
Mamata Banerjee: ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। ১২ জানুয়ারি মেলায় পৌঁছে যাবেন মন্ত্রীরা। সাড়ে তিন হাজার ভলান্টিয়ারকে ট্রেনিং দিয়ে পাঠানো হবে। পুণ্যার্থীদের হাতে রিস্ট ব্যান্ড এবং আইডি কার্ড দেওয়া হবে। সব পুণ্যার্থীদের ইনস্যুরেন্স থাকবে। ড্রোন-সিসিটিভিতে নজরদারি চলবে।
Lionel Messi |হায়দরাবাদ, মুম্বইয়ের পর দিল্লিতেও মেসির সুশৃঙ্খল অনুষ্ঠান! ব্যতিক্রম হয়ে থাকল কলকাতাই
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতার বিশৃঙ্খলার পুনরাবৃত্তি হয়নি হায়দরাবাদ ও মুম্বইতে। দুই জায়গাতেই দর্শকদের মন জয় করেছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। এবার দিল্লিও তার ব্যতিক্রম হল না। এদিন দিল্লিতে মেসির প্রতিটি কর্মসূচি ছিল একদম ছকে বাঁধা, সময় ধরে ধরে। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ছিল মূল অনুষ্ঠান। সেখানে ৩৫ মিনিট কাটিয়েছেন মেসি। […] The post Lionel Messi | হায়দরাবাদ, মুম্বইয়ের পর দিল্লিতেও মেসির সুশৃঙ্খল অনুষ্ঠান! ব্যতিক্রম হয়ে থাকল কলকাতাই appeared first on Uttarbanga Sambad .
রাজনৈতিক দলগুলির কাছেও খসড়া পাঠাবে কমিশন, বিডিও অফিসে এখনই মিলবে না ছাপানো তালিকা
মঙ্গলবার কখন প্রকাশ হবে খসড়া তালিকা?
‘কোনও ভিআইপি কালচার চলবে না’, গঙ্গাসাগর মেলা নিয়ে সাফ বার্তা মমতার
'নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়', বললেন মুখ্যমন্ত্রী।
Bay of Bengal |গভীর সমুদ্রে বাংলাদেশি নৌসেনার হামলা! নিখোঁজ ৫ ভারতীয় মৎস্যজীবী
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গভীর রাতে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় এক ভয়াবহ ঘটনায় উত্তাল হয়ে উঠল উপকূলীয় এলাকা! অভিযোগ উঠেছে, আচমকা বাংলাদেশের নৌসেনার একটি জাহাজ ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারে সজোরে ধাক্কা মেরে সেটিকে ডুবিয়ে দিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন ভারতীয় মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গত রবিবার গভীর রাতে এই ঘটনাটির […] The post Bay of Bengal | গভীর সমুদ্রে বাংলাদেশি নৌসেনার হামলা! নিখোঁজ ৫ ভারতীয় মৎস্যজীবী appeared first on Uttarbanga Sambad .
প্রথম আইবুড়ো ভাত খেলেন মধুমিতা-দেবমাল্য, কন্টিনেন্টাল মেনু আর আড্ডায় জমল আসর
বিয়ের অনুষ্ঠানের প্রথম ধাপ, ছবি দিয়ে কী জানালেন টলিপাড়ার 'চিনি'?
আপনার নাম A, P, S, দিয়ে শুরু? কেমন যাবে আপনার ২০২৬?
আগামী বছরে A, P, S, আদ্যাক্ষরের জাতক-জাতিকাদের জন্য কেমন ফল অপেক্ষা করছে, তা নিয়েই রইল বিস্তারিত আলোচনা। জ্যোতিষশাস্ত্র মতে, আমাদের নামের আদ্যাক্ষরের উপর রাশির প্রভাব রয়েছে। যা কিনা নিয়ন্ত্রিত করে ব্যক্তির ভাগ্য।
High Blood Pressure Care: শীতে কোথাও বেড়াতে গিয়েছেন, প্রেশার বাড়লে কী করবেন? জানুন চিকিৎসকের থেকে
High Blood Pressure Care: আমাদের দেশে প্রতি তিনজনের মধ্যে একজন হাই ব্লাড প্রেশারের রোগী। তাই বলে জীবন থেমে থাকে না। শীতকাল মানেই বাঙালিকে ঘোরাঘুরি টানে। এই পরিস্থিতিতে যাঁদের প্রেশার বেশি এবং শীতকালে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন, তাঁদের প্রতি বিশেষ পরামর্শ দিয়েছেন চিকিৎসক ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'যদি কখনও কোনও অবস্থায় ব্লাড প্রেশার ১৫০-এর বেশি বেড়ে যায়, তাহলে যে কোনও ব্র্যান্ডের একটা ৫ মিলিগ্রামের অ্যামলোডিপিন খেতে পারেন। কিডনির ওপর এর কোনও ক্ষতিকারক প্রভাব পড়ে না। অ্যামলোডিপিনের কারণে শুধু একটু পা ফুলতে পারে মাত্র। ফিরে ডাক্তারকে দেখালে সেই সমস্যাও মিটে যাবে। সেই কারণে, যাঁরা ব্লাড প্রেশারে ভোগেন তাঁরা বেড়াতে গেলে অতিরিক্ত অ্যামলোডিপিন ট্যাবলেট সঙ্গে নিয়ে যেতে পারেন। আর, যাঁরা প্রেশারের রোগী নন কিন্তু বংশে প্রেশার আছে, তাঁরাও শরীরে অস্বস্তি বোধ করলে অন্য কোনও প্রেশারের ওষুধ না খেয়ে নির্দ্ধিধায় অ্যামলোডিপিন খেতে পারেন। রোগীর হৃদযন্ত্র, কিডনি বা অন্য কোনও সমস্যা থাকলে অ্যামলোডিপিন খাওয়াই বেশি নিরাপদ।' আরও পড়ুন- সকালে ঘুম থেকে উঠলেই কেন আসে মলত্যাগের চাপ, কেনই বা শীতকালে বাড়ে কোষ্ঠকাঠিন্য? ব্লাড প্রেশারের রোগীদের সুস্থ থাকার জন্য পাঁচটি বিষয় মাথায় রাখার পরামর্শ দিয়েছেন ডা. বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'বছরে একবার কিডনির কার্যকারিতা এবং ইলেকট্রোলাইট পরীক্ষা করাবেন। যদি কিডনি পরীক্ষার ফলাফল বিভিন্নরকম আসে, তবে বছরে তিনবার পরীক্ষা করানো উচিত। গরমে অবশ্যই সোডিয়াম, পটাশিয়ামের লেভেলটা পরীক্ষা করে নেবেন।' একইসঙ্গে তিনি বলেছেন, 'ব্লাড প্রেশারের জন্য চোখ নষ্ট হয়ে যায়। সেই জন্য বছরে একবার চোখের পরীক্ষা করাবেন। তবে চোখ ভালো থাকলে, প্রেশার ভালো থাকলে পাঁচ বছরে একবার পরীক্ষা করালেও হবে। প্রেশার অনিয়ন্ত্রিত থাকলে বছরে একবার চোখের পরীক্ষা করাতেই হবে। নিজের একটা চোখ ঢেকে আরেকটা চোখ দিয়ে দেখুন কোনও চোখে বেশি বা কম দেখছেন কি না।' আরও পড়ুন- কোন টুথব্রাশ দাঁতের জন্য উপকারী, ইলেকট্রিক নাকি ম্যানুয়াল? জেনে নিন কী বলছেন দাঁতের ডাক্তার এল ভিএইচ কী? এর পাশাপাশি, প্রেশারের রোগীদের ইসিজি করানোর পরামর্শও দিয়েছেন ডা. বন্দ্যোপাধ্যায়। কতটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি (LVH) বা হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল অর্থাৎ নীচের ঘরের পেশী প্রাচীর ঘন বা পুরু হয়ে যাচ্ছে কি না, অর্থাৎ হৃদপিণ্ডের রক্ত পাম্প করতে অসুবিধা হচ্ছে কি না, তা সবচেয়ে ভালো বোঝা যায় ইকোস্ক্রিন থেকে। যাঁদের প্রেশার অনেকসময় বেশি হয়ে যায় এবং বয়স ৬০-এর ওপর তাঁদের বছরে অন্তত একবার ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ECG) এবং ইকোকার্ডিওগ্রাফি (ECHO) করা দরকার। আরও পড়ুন- কোন টুথপেস্ট দাঁতের জন্য ভালো? আপনার সঠিক টুথপেস্ট কোনটি, জানুন এখানে জ্বরের সময় প্রেশারের রোগীরা যাতে অবশ্যই ডাক্তার দেখিয়ে প্রেশার অ্যাডজাস্ট করেন, সেই পরামর্শও দিয়েছেন চিকিৎসক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, জ্বর হলে ব্লাড প্রেশার কমে যায়। সেই সময় ব্লাড প্রেশারের ওষুধের চাহিদা কমে যায়। এর পাশাপাশি শীতকালে ব্লাড প্রেশার পরীক্ষারও পরামর্শ দিয়েছেন চিকিৎসক বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন- সর্দি সাইনাসের জের নাকি অ্যালার্জির, দুইয়ের সম্পর্কটাই বা কী? আর, প্রেশার যদি ঘনঘন বাড়ে বা কমে, তাহলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের দ্বারস্থ হতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে রক্তচাপের এই বাড়া কমার পিছনে কোন কারণ রয়েছে, তা দ্রুত জানা জরুরি। আর, সেই কারণ দূর করাও জরুরি বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
IPL 2026 Auction News: জীবনে কোনওদিন IPL খেলেননি এই ৫ ক্রিকেটার! রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও
ONGC: অশোকনগরে মাটির তলায় বিপুল তেল, হাজার হাজার কোটি টাকা আসবে রাজ্যের ঘরে
উত্তর ২৪ পরগনার অশোকনগরে বছর কয়েক আগেই তেল ও প্রাকৃতিক গ্যাসের খোঁজ পায় ওএনজিসি(ONGC)। শুরু হয়েছে মাপজোক-সমীক্ষা। বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের অপেক্ষায় রয়েছে সেই অঞ্চল। এবার রেভিনিউ-এর হিসেবটাও বলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
Post Office Scheme: নেই কোন শর্টকার্ট! এটাই 'বড়লোক' হওয়ার সবচেয়ে বড় ফান্ডা
Post Office Scheme: ডাকঘর গ্রাহকদের জন্য একাধিক সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে যার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প বা এমআইএস (Monthly Income Scheme)। এই প্রকল্পটি বিশেষভাবে তাঁদের জন্য, যাঁরা এককালীন বিনিয়োগের মাধ্যমে নিয়মিত মাসিক আয় চান। এমআইএস স্কিমে বারবার টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই। একবার নির্দিষ্ট অঙ্ক বিনিয়োগ করলেই প্রতি মাসে সুদ বাবদ একটা মোটা টাকা পাওয়া যায়। আরও পড়ুন- ইলেকট্রিক স্কুটারের বাজারে ভূমিকম্প! ২ লক্ষ মানুষ এই মডেলটি কিনেছেন, আস্থা অর্জনে শীর্ষে এই সংস্থা বর্তমানে পোস্ট অফিস এমআইএস স্কিমে বার্ষিক ৭.৪ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই সুদের টাকা সরাসরি বিনিয়োগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। চাইলে এই টাকা সঞ্চয় করে রাখা যায় অথবা প্রয়োজনে তুলে নেওয়াও সম্ভব। এই প্রকল্পে মাত্র ১,০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত এবং জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। জয়েন্ট অ্যাকাউন্টে সর্বাধিক তিনজন থাকতে পারেন। আরও পড়ুন- ফের দেশজুড়ে বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম? রিপোর্ট সামনে আসতেই তোলপাড় যদি কোনও বিনিয়োগকারী সিঙ্গেল অ্যাকাউন্টে এককালীন ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি পাঁচ বছর ধরে প্রতি মাসে প্রায় ৫,৫৫০ টাকা করে নিশ্চিত আয় পাবেন। এই অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। এমআইএস স্কিমের মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে বিনিয়োগকারীর সম্পূর্ণ মূলধন ফেরত দেওয়া হয়, ফলে এখানে মূল টাকার নিরাপত্তাও পুরোপুরি বজায় থাকে। অর্থাৎ, পাঁচ বছর ধরে নিয়মিত মাসিক আয়ের পাশাপাশি বিনিয়োগ করা টাকাও পুরোপুরি সুরক্ষিত থাকে। আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে হলে বিনিয়োগকারীর একটি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। অ্যাকাউন্ট খোলার পর থেকেই মাসিক আয় শুরু হয়ে যায়। নিরাপদ বিনিয়োগ এবং নিশ্চিত মাসিক আয়ের যারা সন্ধান করছেন বিশেষ করে অবসরপ্রাপ্ত বা মধ্যবিত্ত পরিবারের জন্য পোস্ট অফিসের এমআইএস স্কিম একটি আদর্শ বিকল্প।
বিশ্বের অন্যতম বৃহৎ সমাবেশ ‘বিশ্ব ইজতেমা’হুগলিতে, সব ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর
এদিন নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
আপনার ফোন নাম্বারে কটা ৮ রয়েছে? এটা বলে দেবে আগামী বছর কেমন যাবে
আপনার মোবাইল নাম্বারেও যদি থাকে, তাহলেও প্রভাব পড়বে। কী প্রভাব পড়বে। রইল বিস্তারিত আলোচনা। ফোন নম্বর বাছাই করাটা বেশিরভাগই আমাদের হাতে থাকে না। কিন্তু ইদানিং বেশ কিছু নেটওয়ার্ক কোম্পানি আপনাকে সুযোগ করে দেবে নম্বর বাছাইয়ের জন্য। সেই সময়ই নজর রাখুন এই সংখ্যতত্ত্বে।
ইন্ডিগো বিপর্যয় নিয়ে জনস্বার্থ মামলা শুনতে চাইল না শীর্ষ আদালত, যেতে বলল দিল্লি হাইকোর্টে
বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে দিল্লি হাইকোর্টে আগে থেকেই একটি মামলা চলছে।
বাংলায় UPI জালিয়াতি কত? অভিষেকের প্রশ্নের জবাবে তথ্যই দিতে পারল না কেন্দ্র!
জবাবে কী বলল কেন্দ্র?
How to Check your Name on Draft List: খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না, সেটাই এখন আসল ব্যাপার। আপনাকে খসড়া তালিকা থেকে যাচাই করে দেখতে হবে আপনার নাম রয়েছে কি না। কিন্তু কীভাবে দেখবেন আপনি? নির্বাচন কমিশন জানিয়েছেন অনলাইন ও অফলাইন, দুই ভাবেই দেখা যাবে খসড়া তালিকা।
Malda |বেআইনিভাবে থানায় আটকে স্বামীকে শারীরিক নির্যাতন! আদালতের দ্বারস্থ স্ত্রী
মালদা: বেআইনিভাবে দু’দিন ধরে এক ব্যক্তিকে আটক করে শারীরিক নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এনিয়ে ইতিমধ্যে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরেও পুলিশি ভূমিকা নিয়ে সন্তুষ্ট না হতে পেরে অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন নির্যাতিত ব্যক্তির স্ত্রী। অভিযোগ কালিয়াচক থানার অন্তর্গত যদুপুর কাছেরিপাড়া এলাকার বাসিন্দা জিয়াউল হককে গত ২ ডিসেম্বর কালিয়াচক থানায় (Kaliachak) […] The post Malda | বেআইনিভাবে থানায় আটকে স্বামীকে শারীরিক নির্যাতন! আদালতের দ্বারস্থ স্ত্রী appeared first on Uttarbanga Sambad .
মুসলিম এলাকায় দোকান খোলার দায়ে এক হিন্দুকে মারধর বলে ছড়াল অসম্পর্কিত ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কুমিল্লার একটি মসজিদ থেকে জলের মোটর চুরির দায়ে ধরা পড়া এক যুবককে মারধরের। ভুক্তভোগীও মুসলিম সম্প্রদায়ের।
Banana Smoothie |ভরবে পেট, কমবে ওজন! প্রাতরাশ সারুন এই বিশেষ স্মুদি দিয়েই…
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাতরাশে স্বাস্থ্যকর কোন খাবার খাবেন তা নিয়ে চিন্তা লেগেই থাকে। সেই চিন্তা দূর করতে রইল এমন একটি খাবারের সন্ধান, যা খেলে পেটও ভরবে আবার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। এটি হল কলা দিয়ে তৈরি একটি বিশেষ স্মুদি (Banana Smoothie)। যা ঝটপট বানিয়ে নিতে পারবেন বাড়িতে। উপকরণ: ১টি কলা, ১ কাপ দুধ, ২-৩ টেবিল […] The post Banana Smoothie | ভরবে পেট, কমবে ওজন! প্রাতরাশ সারুন এই বিশেষ স্মুদি দিয়েই… appeared first on Uttarbanga Sambad .
Mathabhanga |গোপাল ঠাকুরের পিকনিক, মাতলেন ভক্তরা
মাথাভাঙ্গা: পিকনিক মানেই কি শুধু হইচই, হাঁড়ি-পাতিল আর আনন্দের আড্ডা! মাথাভাঙ্গা শহরের সুভাষপল্লিতে রবিবার সেই ধারণাকেই ভেঙে দিলেন গোপাল ভক্তরা। শীতের হালকা আমেজে সুভাষপল্লি দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হল এক ব্যতিক্রমী অনুষ্ঠান। যার নাম দেওয়া হয়েছে গোপাল ঠাকুরের পিকনিক। রীতিমতো প্যান্ডেল খাটিয়ে, ফুল-আলোয় সাজিয়ে যেন এক দৈব আনন্দময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ভগবানের পিকনিক […] The post Mathabhanga | গোপাল ঠাকুরের পিকনিক, মাতলেন ভক্তরা appeared first on Uttarbanga Sambad .
India-USA Trade Tie: বেড়েছে রফতানি, মিটে যেতে চলেছে শুল্ক জট? বড় বার্তা নয়াদিল্লির
India-USA Tariffs Tension: অবশ্য, সুইৎজ়ারের সঙ্গে বৈঠকের পর বেশ সুর নরম হয়েছে নয়াদিল্লি। আশাবাদী মনোভাব ফুটে উঠছে হাবেভাবে। এদিন সাংবাদিক রাজেশ আগরওয়াল বলেন, 'আমরা বাণিজ্যচুক্তি নিয়ে চূড়ান্তের কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছি। খুব অল্প সময়ের মধ্যে বাকি কাজটা সম্পন্ন হয়ে যাবে বলেই ধারণা।'

11 C