অনবদ্য বোলিং অক্ষরদের, চতুর্থ টি-টোয়েন্টিতে অজিদের হারিয়ে সিরিজে এগোল ভারত
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2025)-এর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ধনধান্য অডিটোরিয়াম যেন চাঁদের হাট। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ প্রজ্বলন করে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপরই মঞ্চে দুই বর্ষীয়ান শিল্পীর হাতে স্মারক […] The post KIFF 2025 | কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনে মুখ্যমন্ত্রী, বঙ্গবিভূষণে ভূষিত আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা appeared first on Uttarbanga Sambad .
এক কাপ চায়ের মূল্যে তালিবানের কাছে বিকিয়ে গিয়েছিল পাকিস্তান! বিস্ফোরক ইশাক দার
তাঁর ব্যঙ্গাত্মক মন্তব্য তালিবানদের প্রতি পাকিস্তানের পরস্পরবিরোধী নীতিকেই তুলে ধরছে।
Calcutta High Court: কেন ২০০২-এর ভোটার তালিকার ভিত্তিতে SIR, প্রশ্ন তুলে মামলা কলকাতা হাইকোর্টে
Calcutta High Court: ২০০২ সালে শেষবার এসআইআর হয়েছিল। আদালতে কমিশন জানিয়েছে, সেই সময় যাদের নাম ভোটার লিস্টে ছিল, তাদের নতুন করে কোনও নথি দিতে হবে না। এবার এসআইআর ২০২৫ সালের ভোটার লিস্টের ভিত্তিতে হচ্ছে বলেই জানিয়েছে জানাল জাতীয় নির্বাচন কমিশন।
‘সময় শেষ, খেয়ে নে’, বিএনপি-র প্রচারে হামলার আগে মৃতকে হুঁশিয়ারি আততায়ীদের!
বুধবার চট্টগ্রামে নির্বাচনী প্রচারের সময় গুলিতে মৃত্যু হয় যুবকের, আহত হন প্রার্থী।
Debt-GDP Ratio: ধারেই চলছে গোটা বিশ্ব, ১০০ টাকা উপার্জনের মধ্যে ধারই ৯৫ টাকা!
USA: ১০০ টাকা সরকারি কোষাগারে জমা পড়লে আমেরিকার বাজারে ধার ১২৫ টাকা। আন্তর্জাতিক অর্থভাণ্ডার এনিয়ে ওয়াশিংটনকে সতর্কও করেছে। আসলে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। তাতে দেখা যাচ্ছে গোটা দুনিয়াই চলছে ধারে।
Fire Broke Out: ডালহৌসির আরএন মুখার্জি রোডে বিধ্বংসী আগুন,
Fire Broke Out at Dalhausie: ২১ নম্বর আর এন মুখার্জি রোড একেবারে ঘিঞ্জি এলাকা। সরু গলির মধ্যে অজস্ত্র দোকান ও ছোট অফিস, গোডাউন রয়েছে। জানা যাচ্ছে, সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই ওই গোডাউনের পিছন থেকে ধোঁয়া বের হতে দেখেন সামনের দোকানের কর্মীরা।
‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারাল’, মামদানির জয়ে আক্ষেপ ট্রাম্পের
আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নেবেন মামদানি।
KIFF উদ্বোধনী মঞ্চ থেকে বড় ঘোষণা, বঙ্গবিভূষণ সম্মান পেলেন শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়
এদিনের অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়ায় বঙ্গবিভূষণ সম্মান। ধনধান্য মঞ্চ থেকেই ঘোষণা করা হল আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত। মঞ্চে উপস্থিত দুই তারকার মুখে এদিন হাসি। নিজের নাম শোনা মাত্রই আবেগঘন শত্রুঘ্ন সিনহা। মঞ্চে দাঁড়িয়ে বললেন...
প্রত্যেক নারীর সাফল্যের পিছনে…, কী মনে করে ভারতীয় পুরুষদের একাংশ?
পুরষদের বিচক্ষণ ও পরোক্ষ সহায়তা?
Rajganj: রাজগঞ্জের বিডিও অফিস চত্বরেই ঝোপে ছড়িয়ে ছিটিয়ে ভোটার কার্ড!
Rajganj: সাফাই কর্মীরা জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। এখন প্রশ্ন উঠছে, সরকারি অফিসের এত কাছেই এত সংখ্যক ভোটার কার্ড এল কোথা থেকে? এগুলো কি ভুলবশত ফেলা হয়েছে, নাকি এর পেছনে রয়েছে কোনও অন্য রহস্য রয়েছে এর পিছনে।
SIR-এর ফর্ম বিলির মাঝেই বিজেপির BLA ও তৃণমূল কর্মীর হাতাহাতি! উত্তপ্ত লেকটাউন
কী বললেন বিএলএ-এর সঙ্গে থাকা বিএলও?
IND vs AUS 4th T20I, Shubman Gill Batting: খাদের মুখে 'মহার্ঘ্য' ৪৬ রান! আপাতত ফাঁড়া কাটল শুভমানের?
Shubman Gill: চলতি অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে প্রত্যাশা অনুসারে পারফরম্য়ান্স করতে পারলেন না শুভমান গিল। গত একদিনের সিরিজে তিনি ৩ ম্য়াচে মাত্র ৪৩ রান করেছিলেন। টি-২০ সিরিজ শুরু হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ককে হয়ত ভাল ছন্দে দেখতে পাওয়া যাবে। ক্যানবেরায় ২০ বলে ৩৭ রানের একটি অনবদ্য ইনিংস তিনি উপহার দেন। কিন্তু, ৯.৪ ওভার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গিয়েছিল। Shubman Gill News: শুভমান গিলকে নিয়ে 'ফাঁস' বিস্ফোরক খবর, কল্পনাই করেননি টিম ইন্ডিয়ার সমর্থকরা! কিন্তু, এরপরই তাঁর ব্যাটিংয়ে 'শনির দশা' শুরু হয়ে যায়। মেলবোর্নে তিনি ১০ বলে মাত্র ৫ রান করে তিনি আউট হয়ে যান। এরপর হোবার্টে ১২ বলে করেন ১৫ রান করেন। অবশেষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) চতুর্থ টি-২০ ম্য়াচ খেলতে নেমেছে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক কেমন ব্যাটিং পারফরম্য়ান্স করেন, সেদিকেই সকলের নজর ছিল। অনেকে তো এও বলতে শুরু করেছিলেন এই ম্য়াচে শুভমান ব্যর্থ হলে, সিরিজের শেষ ম্য়াচে যশস্বী জয়সওয়াল কিংবা সঞ্জু স্যামসনকে ওপেনিং স্লটে দেখতে পাওয়া যেতে পারে। Shubman Gill Criticized: প্রথম ম্য়াচ হারের 'শাস্তি'! চূড়ান্ত অপমানে বিদ্ধ শুভমান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজে শুভমানই এখনও পর্যন্ত সর্বাধিক রান করেছেন। কিন্তু, এই সিরিজটা শুভমানের তেমন ভাল যাচ্ছিল না। এমনকী, পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছিল যে টি-২০ ক্রিকেট স্কোয়াডে তাঁর স্কোয়াডে তাঁর নির্বাচন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। কারণ শুভমানের জন্যই অভিষেক শর্মা এবং স্য়ামসনের পার্টনারশিপ ভেঙে দেওয়া হয়েছে। Shubman Gill Record: প্রথম ODI-তেই মহারেকর্ড, ধোনির কীর্তি চুরমার করলেন শুভমান! প্রত্যাবর্তনের পর নজর কাড়তে পারেননি প্রত্যাবর্তনের পর থেকে শুভমান মাত্র দু'বারই ৩০ রানের চৌকাঠ স্পর্শ করতে পেরেছেন। একটাও হাফসেঞ্চুরি হাঁকাতে পারেননি। এমনকী, তাঁর স্ট্রাইক রেটও একেবারে নজরকাড়া নয়। সেকারণে কুইন্সল্যান্ডের ক্যারারা ওভালে যখন তিনি ব্যাট করতে নামেন, তখন এক পাহাড় প্রত্যাশার চাপ তাঁর উপরে ছিল। এই উইকেট ব্যাট করার জন্য একেবারেই সহজ নয়। তবে অনেকক্ষণ শুভমানকে স্ট্রাগল করতে দেখা গেল। Shubman Gill: শুভমানকে নিয়ে বড় খবর, ভাঙলেন কিং কোহলির রেকর্ড এই ম্য়াচে ভারতের শীর্ষ ৩ ব্যাটার রান করতে পারেননি। ওপেন করতে নেমে ২১ বলে ২৮ রান করেছেন অভিষেক শর্মা। শিবম দুবের অবস্থা আরও খারাপ। ১৮ বলে তিনি ২২ রান করলেন। তবে গিলের ব্যাটিং তুলনামূলক কিছুটা নজর কাড়বে আশা করা হচ্ছিল। একটা হাফসেঞ্চুরি করলেই এই চাপ অনেকটাই কমে যেত। তবে শেষপর্যন্ত তিনি ৩৯ বলে ৪৬ রান করে আউট হয়ে গেলেন। অজ়ি পেসার এবং স্পিনারদের বিরুদ্ধে তাঁর স্ট্রাগল একেবারে স্পষ্ট ছিল। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ম্য়াচে শুভমানের মধ্যে রান করার সেই খিদেটা দেখতে পাওয়া যায়নি। চার-ছক্কা হাঁকানোর পরিবর্তে তিনি স্ট্রাইক রোটেট করার উপরেই বেশি জোর দিচ্ছিলেন। অভিষেক যখন আউট হয়ে ফিরে গেলেন, রানের গিয়ারটা তাঁর বদলানো উচিত ছিল। কিন্তু, সেটা শুভমান করলেন না। যখন শিবম দুবে আউট হয়ে যান এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট করতে আসেন, তখন আচমকা ঘুম ভাঙে শুভমান। কিন্তু, শেষপর্যন্ত সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি। টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে।
বিদেশে চাকরির নামে ২৫ লক্ষ প্রতারণা! বসিরহাটে ধৃত আবদুল, উদ্ধার একাধিক পাসপোর্ট
বৃহস্পতিবার আবদুলকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি হরিয়ানা নির্বাচন নিয়ে ভোট কারচুপির যে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন, তার কেন্দ্রে থাকা সেই ‘ব্রাজিলিয়ান মডেল’-এর আসল পরিচয় অবশেষে সামনে এসেছে। ওই তরুণী আসলে একজন হেয়ারড্রেসার, যাঁর আট বছর আগের একটি ছবি সমগ্র দেশজুড়ে বিতর্কের সৃষ্টি করেছে। জানা গিয়েছে, এই তরুণীর নাম লারিসা নেরি (Larissa Nery)। একটি ভিডিও […] The post Brazilian Model Row | কী ধরনের পাগলামি? ভারতের ভোটার তালিকায় ছবি ব্যবহার নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান তরুণী appeared first on Uttarbanga Sambad .
Bengal politics: মুর্শিদাবাদ তৃণমূলে ফের উত্তেজনা। ফের একবার দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বৃহস্পতিবার ভরতপুরে তৃণমূলের SIR (Special Intensive Revision) ওয়াররুম উদ্বোধনের মঞ্চ থেকে প্রকাশ্যেই দলের সহকর্মীদের উদ্দেশে তীব্র আক্রমণ শানালেন তিনি। বিধায়কের হুঁশিয়ারি, “যদি কেউ ভাবে, আমার মতো অসভ্য লোকের দলের প্রয়োজন নেই, তবে তারা ভুল ভাবছে। আমি ৪৮ ঘণ্টার মধ্যে দেখিয়ে দেব, মুর্শিদাবাদের রাজনীতির রং কীভাবে বদলে যায়।” আরও পড়ুন- SIR: গলায় জুতোর মালা, রক্তাক্ত BJP এজেন্ট! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হুমায়ুনের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের ঝড় উঠেছে।গতকাল হুমায়ুন কবীর আরও বলেন, “আমরা কাউকে আঙুল দেখাব না, কিন্তু কেউ আমাদের দিকে আঙুল তুললে আমরা দুই আঙুল তুলব। ইট ছুড়লে পাথর দিয়ে জবাব দেব। এতদিন মুখ বুজে সহ্য করেছি, আর নয়।” উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জেলার তৃণমূল সভাপতি অপূর্ব সরকার-এর সঙ্গে হুমায়ুন কবীরের সম্পর্ক অত্যন্ত তিক্ত। তিনি প্রায়ই কখনও সরাসরি, কখনও ইঙ্গিতের মাধ্যমে অপূর্ব সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করে থাকেন। এবারের বক্তব্যেও নাম না করেই ফের তীব্র ভাষায় জেলা নেতৃত্বকে আক্রমণ করেন হুমায়ুন। আরও পড়ুন- West Bengal News Live Updates: থমকে যাবে বাংলার SIR প্রক্রিয়া? বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের বিধায়ক বলেন, “নেতাগিরি করবে, আর ভোটে তৃণমূল তিন নম্বরে থাকবে! কান্দিতে তিন নম্বর, বহরমপুর পুরসভায় তিন নম্বর— তারাই আবার আমাদের নেতা হবে? আমাদের চুল চেপে অর্ডার দিয়ে যাবে, সেটা আমরা মানব না।” দলের শীর্ষ নেতৃত্ব—শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম প্রমুখ—এর আগে একাধিকবার তাঁকে ডেকে সতর্ক করেছিলেন। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হুমায়ুন কবীরের ‘বিধিনিষেধ অমান্য’ বক্তব্যে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন বলে সূত্রের খবর। আরও পড়ুন- same-sex marriage: সুন্দরবনের বুকে এক অন্যরকম ভালোবাসার কাহিনি — বিবাহবন্ধনে আবদ্ধ রিয়া ও রাখি তবু দলীয় সতর্কবার্তার পরেও বিধায়কের মুখে ফের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি তোপ—তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সংগঠনের ভেতরকার অন্দরের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে নিয়ে এল। আরও পড়ুন- West Bengal Weather: শীতের 'সিগন্যাল’ মিলেছে, কিন্তু জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য শুধু দলের ভেতর অস্বস্তি বাড়াচ্ছে না, বরং ভোটের আগে মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠী-সংঘাত আরও স্পষ্ট করে তুলছে।
SIR |এসআইআর ‘আতঙ্ক’-এ ফের আত্মঘাতী! বহরমপুরে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হয়েছে রাজ্যে। এনিয়ে বাংলায় রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। এসআইআর চলাকালীন আরও এক মৃত্যু ঘিরে এবার শোরগোল মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে (Berhampore)। অভিযোগ, এসআইআর ‘আতঙ্ক’এ মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তারক সাহা (৫২)। বৃহস্পতিবার বহরমপুর পুরসভা এলাকার গান্ধি কালোনি এলাকায় তাঁর ঝুলন্ত দেহ […] The post SIR | এসআইআর ‘আতঙ্ক’-এ ফের আত্মঘাতী! বহরমপুরে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার appeared first on Uttarbanga Sambad .
বিশ্ববিদ্যালয়ের নামে জাল ডিগ্রি চক্রের পর্দাফাঁস! ১৬ জায়গায় তল্লাশি অভিযান ইডির
জাল ডিগ্রি চক্রের পাণ্ডা বিজেন্দ্র সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বঙ্গবিভূষণে ভূষিত আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, KIFF-এর মঞ্চে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা
কলকাতা আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে সম্মানিত দুই বর্ষীয়ান শিল্পী।
Thakurbari: ‘ঠাকুর’ঘরে কে? ঠিক করবে SIR?
Thakurbari Matua: অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের নামে এতদিন দুটো আলাদা কমিটি চলত। একটি অংশ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে সঙ্ঘাধিপতি হিসাবে মানে, অন্যটি তৃণমূলের মমতাবালাকে। শান্তনুর মতো সুব্রতও তাঁর বাবা প্রধান সেবায়ত পদে রেখেছেন।
Fermented Curd Rice: প্রতিদিন এভাবে ভাত খান? বিরাট বিপদে পড়তে পারেন কিন্তু!
Fermented Curd Rice: দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার হল দই ভাত (curd rice)। গরমকালে এটি পেট ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে। কিন্তু যদি এই খাবারটাই কেউ তিন বেলা—সকালে, দুপুরে ও রাতে—প্রতিদিন টানা তিন মাস খান, তাহলে শরীরে কী ঘটে? পুষ্টিবিদ জানিয়েছেন সেকথা। নিয়মিত দই-ভাত খাওয়া থানের কেআইএমএস হাসপাতালের চিফ ডায়েটিশিয়ান ডা. আমরিন শেখ জানিয়েছেন, 'নিয়মিত দই ভাত খেলে শরীরে গাট ব্যাকটেরিয়া বা অন্ত্রের উপকারী জীবাণুর ভারসাম্য বজায় থাকে। এটি হজমের উন্নতি ঘটায় এবং পেট ঠান্ডা রাখে। তাছাড়া দই ভাতে থাকে ক্যালসিয়াম, প্রোটিন ও ভালো ফ্যাট, যা পুষ্টিকর এবং হালকা খাবার হিসেবে কাজ করে।' যাঁদের হজমে সমস্যা বা অম্বল আছে, তাঁদের জন্য এটি আরামদায়ক খাবার। গরম আবহাওয়ায় বা সংবেদনশীল পেটের মানুষের জন্য দই ভাত খুবই উপকারী। আরও পড়ুন- চেনেন এই পাখিকে? ঠোঁট নয়, পা দিয়ে মেরে ফেলে সাপকে! বিশেষজ্ঞদের মতে, রেফ্রিজারেটরে সঠিকভাবে সংরক্ষণ করা হলে রাতের দই-ভাত খাওয়া নিরাপদ। কিন্তু যদি এটি উষ্ণ তাপমাত্রায় বাইরে রেখে দেওয়া হয়, তাহলে তা অতিরিক্ত ফারমেন্টেড হয়ে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে — যা পেট খারাপ, গ্যাস বা ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে। তাই দই-ভাত রেখে খেতে হলে সবসময় পরিষ্কার কন্টেইনারে রাখতে তাঁরা পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন, যাতে তা একাধিকবার গরম না করা হয়। আর রেফ্রিজারেটরে রাখার ২৪ ঘণ্টার মধ্যেই তা খেয়ে ফেলতেও পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। আরও পড়ুন- একবার খেলে লেগে থাকবে মুখে, রাতে ডিনারের মেনুতে রাখুন এই সুস্বাদু বাঙালি খাবার পুষ্টিবিদ শেখ অবশ্য দীর্ঘদিন দই ভাত খাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, 'দই ভাত প্রতিদিন তিন বেলা খেলে শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে।' একই খাবার বারবার খেলে শরীর প্রোটিন, ফাইবার, ভিটামিন আর ভালো ফ্যাট থেকে বঞ্চিত হয়।এতে দীর্ঘমেয়াদে ক্লান্তি বা দুর্বলতা, ত্বক শুষ্ক বা ত্বক নিস্তেজ হয়ে যাওয়া, চুল পড়া, পেশির ক্ষয় (muscle loss), রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মত সমস্যা দেখা দিতে পারে। কারণ শুধুমাত্র দই ও ভাতে পর্যাপ্ত প্রোটিন বা মাইক্রোনিউট্রিয়েন্ট নেই, যা শরীরের ভারসাম্য বজায় রাখতে দরকার। আরও পড়ুন- শীতে সর্দি-কাশি এবং অ্যালার্জি দূরে রাখতে প্রতিদিন পান করুন এই চা! সেই কারণেই পুষ্টিবিদ জানিয়েছেন, দই ভাতের সঙ্গে সিদ্ধ ডাল বা হালকা ডাল ফ্রাই (প্রোটিনের উৎস হিসেবে), কাঁচা সবজি যেমন শসা, গাজর, ডালিম (ফাইবারের জন্য), এক চামচ ঘি বা তিলের তেল (হেলদি ফ্যাটের জন্য) খাওয়া উচিত। এতে খাবারটি হবে ব্যালান্সড মিল। যা যা পেট ঠান্ডা রাখবে। আবার শরীরকেও প্রয়োজনীয় পুষ্টিও দেবে। আরও পড়ুন- অজানা সিদ্ধার্থশংকর, শ্রদ্ধায় স্মরণে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আইনজীবী, কূটনীতিবিদ মনে রাখতে হবে, দই ভাত রাতভর রেখে দিলে তা অতিরিক্ত অ্যাসিডিক হয়ে যায়। গরম আবহাওয়ায় এই ফারমেন্টেশন দ্রুত হয়, যার ফলে উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় এবং ক্ষতিকর জীবাণু জন্মাতে পারে। ফলে গ্যাস, বমি (bloating) অম্বল বা গাট ইনফেকশনের মত সমস্যা দেখা দিতে পারে। ডা. শেখের কথায়, 'মাঝেমধ্যে ঠিক আছে। কিন্তু, প্রতিদিন দইভাত খাওয়াটা ঠিক না।' অর্থাৎ একঘেয়ে খাবারের বদলে বিভিন্ন শস্য, সবজি ও প্রোটিনের সমন্বয়ে বৈচিত্র্যময় খাবারই শরীরের জন্য উপকারী বলে বিশেষজ্ঞরা বোঝাতে চেয়েছেন। তাঁরা জানিয়েছেন, দই ভাত একটি স্বাস্থ্যকর খাবার। এতে প্রোবায়োটিকস থাকে। যা হজমে সাহায্য করে ও পেটকে ঠান্ডা রাখে। কিন্তু প্রতিদিন তিনবেলা টানা তিন মাস খেলে শরীরে পুষ্টির ঘাটতি, ক্লান্তি আর পেশি ক্ষয়ের আশঙ্কা বৃদ্ধি পায়। তাই দই-ভাতের সঙ্গে ডাল এবং সবজি খাওয়ার ওপরেও তাঁরা জোর দিয়েছেন।
US অর্থ দফতর সহ বিভিন্ন দেশের একাধিক সংস্থাকে ঘোল খাইয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত!
Bankim Brahmbhatt: ১১টা দেশের পঞ্চাশের বেশি কোম্পানিকে পথে বসিয়েছেন ব্রহ্মভাট। ব্রহ্মভাট এমন একসঙ্গে বেশ কয়েকটা কোম্পানি খুলেছিলেন। বহু লগ্নিকারী সেই কোম্পানিগুলোয় টাকা ঢেলেছিলেন। ভুয়ো কোম্পানি, ভুয়ো ইনভয়েস বা বিল, ভুয়ো নথি এবং ভুয়ো ট্যাক্স রিসিট; এই চার অস্ত্রে তাবড়, তাবড় লোককে ঘায়েল করেছেন বঙ্কিম।
সময়সীমা আগামী সপ্তাহ পর্যন্ত, ৫ দফা দাবিতে ইউনুসকে ‘চরম হুঁশিয়ারি’জামাতের
গণভোট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন-সহ একাধিক দাবিতে চাপ বাড়ছে ইউনুসের উপর।
SSC Result: শুক্রবার SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ, প্রহর গুনছেন চাকরিহারারা
SSC Result: এসএসসি সূত্রে খবর, এই আট জন চাকরিপ্রার্থী দাবি করেন, তাঁরা কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষকতা করেন। তাঁদেরও যাতে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের মতো অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়া হয়, তা বিবেচনা করতে।
Zubeen Garg, Copyright Issue: জুবিনের ৩৮ হাজার গানের মালিক কে? বাড়ছে জটিলতা
Assam News: মৃত্যুর ক’দিন আগে অর্থাৎ ১৬ সেপ্টেম্বর, জুবিন গর্গ নিজেই গিয়েছিলেন কালিতার বাড়িতে। তিনি বলেছিলেন, এই সংগ্রহ দেখে তাঁর 'অনেক পুরনো, ভুলে যাওয়া সৃষ্টিগুলো'র কথা মনে পড়ছে। বর্তমানে কালিতা যুক্ত হয়েছেন গর্গের বন্ধু ও ভক্তদের এক বৃহত্তর উদ্যোগে — যেখানে তাঁরা চেষ্টা করছেন তাঁর সৃষ্টিগুলোকে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সহজলভ্য করতে এবং তাঁর পরিবার যাতে রয়্যালটি পায়, তা নিশ্চিত করতে। আর এখানেই আসছে সেই অমোঘ প্রশ্ন — কালিতা কি পারবেন?
Gold Trader Murder Case |‘ফাজলামো চলছে!’, খুনে অভিযুক্ত বিডিও’র ফ্ল্যাটে প্রভাবশালী মন্ত্রীর যাতায়াত
নিউজ ব্যুরো: অপহরণ ও খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনের বিরুদ্ধে পুলিশ এখনও কোনও পদক্ষেপ করেনি। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনে ওই বিডিও’র নাম জড়িয়েছে। ওই ঘটনার পর ইতিমধ্যে প্রায় ৭ দিন কেটে গিয়েছে। কিন্তু মূল অভিযুক্ত সহ কেউ গ্রেপ্তার হয়নি। অথচ ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট যে, স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে খুন করা হয়েছে (Gold […] The post Gold Trader Murder Case | ‘ফাজলামো চলছে!’, খুনে অভিযুক্ত বিডিও’র ফ্ল্যাটে প্রভাবশালী মন্ত্রীর যাতায়াত appeared first on Uttarbanga Sambad .
KIFF-এর উদ্বোধনে নজর কাড়া আয়োজন, এবার বিশেষ অতিথির তালিকায় কারা?
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেল চারটের সময় ধনধান্য স্টেডিয়াম থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচিত করা হয়েছে ‘সপ্তপদী’-কে। এ বছর দেখানো হবে মোট ৩৯টি দেশের ২১৫টি ছবি, যার মধ্যে রয়েছে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার চলচ্চিত্র।
১০০০ কোটির বেটিং অ্যাপ কেলেঙ্কারি! ধাওয়ান-রায়নার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
দুই তারকাকেই আগে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
SIR: গলায় জুতোর মালা, রক্তাক্ত BJP এজেন্ট! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
BJP-র বুথ লেভেল এজেন্টকে মারধর ও গলায় জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগড় পঞ্চায়েতের ছাটখাটেরবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাটখাটেরবাড়িতে ২৩৯ নম্বর বুথে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য এদিন ফর্ম বিলি চলছিল। সঙ্গে ছিলেন বিজেপির বুথ লেভেল এজেন্ট নিবাস দাস। আরও পড়ুন- West Bengal News Live Updates: থমকে যাবে বাংলার SIR প্রক্রিয়া? বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের বিজেপির অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু নেতা ও বুথ লেভেল অফিসার নিশিথ রায়ের নেতৃত্বে নিবাসের উপর হামলা চালানো হয়। নিবাসকে মারধরের পাশিপাশি তাঁর গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। আরও পড়ুন- same-sex marriage: সুন্দরবনের বুকে এক অন্যরকম ভালোবাসার কাহিনি — বিবাহবন্ধনে আবদ্ধ রিয়া ও রাখি বিষয়টি নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। দলের তরফে মাথাভাঙ্গা থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি বিএলও এবং আরও ৩ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন মাথাভাঙ্গার বিজেপি সুশীল বর্মন। আরও পড়ুন- West Bengal Weather: শীতের 'সিগন্যাল’ মিলেছে, কিন্তু জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? যদিও বিএলও নিশিথ রায়ের বক্তব্য, ‘এই ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নেই। অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।’ তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেছেন, ‘বিষয়টি আমরা জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে এধরনের ঘটনা ঘটে থাকলে তা নিন্দনীয়।’
আমেরিকার হাতে শহরধ্বংসী ‘দানব’! রাশিয়ার পরমাণু-আস্ফালনের পরই জবাব ট্রাম্পের
৬৭৫৯ কিলোমিটার দূরে নিশানায় নির্ভুল লক্ষ্যভেদ করতে পারে এই ক্ষেপণাস্ত্রটি।
New Palashbari |মহাসড়কের কাজে ভাঙা পড়েছে মন্দির, কালভার্টের পাশে মণ্ডপ বেঁধে পুজো
সুভাষ বর্মন, পলাশবাড়ি: রাসপূর্ণিমার দিন নিউ পলাশবাড়িতে লোকদেবতা ভোগদোলা ঠাকুরের পুজো হয়। স্থানীয়রা গাঁজা, মদ, হাঁসের ডিম নিবেদন করে এই লোকদেবতার আরাধনা করেন। গত বছরও নিউ পলাশবাড়ির (New Palashbari) রাস্তার ধারে টিনের মন্দিরে ভোগদোলা ঠাকুরের পুজো হয়েছে। মহাসড়কের কাজের জন্য পুরোনো মন্দিরটি ভাঙা পড়েছে। রাস্তার দক্ষিণ দিকে ভোগদোলা ঠাকুরের অবস্থান ছিল। এখন সেখানে একদম জায়গা […] The post New Palashbari | মহাসড়কের কাজে ভাঙা পড়েছে মন্দির, কালভার্টের পাশে মণ্ডপ বেঁধে পুজো appeared first on Uttarbanga Sambad .
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) মামলায় (SIR case) বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ১৮ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। অন্যদিকে, এদিন শুনানিতে মামলাকারী আইনজীবী বিএলও (BLO)-দের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আবেদন জানান। তবে বিএলও-দের […] The post SIR case | এসআইআর মামলায় নির্বাচন কমিশনের হলফনামা তলব হাইকোর্টের, ১৮ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ appeared first on Uttarbanga Sambad .
Jeetu Kamal Health Condition: টেলিভিশন আর সিনেমা, একইসঙ্গে দুটি ক্ষেত্রে সমানতালে কাজ করছেন জীতু কমল। ৫ নভেম্বর বুধবার নতুন ছবি এরাও মানুষ-এর শুটিং করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা অনুভব হয়, সেই সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের কড়া নজরে আছেন ছোট পর্দার আর্য। ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে অনুরাগামীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। প্রাক্তন স্ত্রী নবনীতা দাসও জীতুর সুস্থতা কামনা করেছেন। এর মাঝেই হাসপাতালের বিছানায় শুয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা-চওড়া পোস্ট। যেখানে অসুস্থতার কারণ নিজেই বাতলে দিলেন জীতু কমল। অসুস্থতার ব্যখা দেওয়ার পাশাপাশি কেন বললেন নিজের দোষেই অসুস্থ হয়েছেন? কাজে ব্যঘাত ঘটায় প্রযোজনা সংস্থার কাছে ক্ষমাপ্রার্থী জীতু। আরও একটি বিষয় স্পষ্ট করেছেন অভিনেতা। তাঁর অসুস্থতা নিয়ে সকলে যেভাবে উদ্বেগ প্রকাশ করছেন তাতে কিছুটা অস্বস্তিবোধ করছেন জীতু। তাঁর মতে, 'আমি সমাজের এত বিখ্যাত মানুষ নই বা সমাজের প্রতি আমার এত অবদান নেই যে আমাকে নিয়ে আপনারা এতটা সময় নষ্ট করবেন। আমার থেকেও অনেক অনেক বেশি পরিমাণ সমাজের প্রতি দায়বদ্ধ যাঁরা, যাঁদের অবদান অতুলনীয় তাঁদের নিয়ে আপনারা আবেগ প্রবণ হোন।' আরও পড়ুন 'আমাকে দেখলে ওঁর ভাল লাগবে কিনা...', জীতুর অসুস্থতা প্রসঙ্গে কী বলছেন প্রাক্তন স্ত্রী নবনীতা? দু-একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কাদের স্বাস্থ্য নিয়ে সকলের ভাবা উচিত। পোস্টের শেষভাগে জীতু নিজের অসুস্থতার কারণ বাতলে দিলেন। তাঁর কথায়, 'এই সময় দাঁড়িয়ে আমি যে কাজ দুটো করছি সেই কাজ দুটো আমি ভীষণ ভীষণ ভীষণ উপভোগ করছি। আনন্দ পাচ্ছি করতে। মোহের মতো আচ্ছন্ন হয়েছিলাম কাজ দুটো নিয়ে। তাই জন্য খাওয়া-ঘুমের সময় আমি ভুলে গিয়েছিলাম। সেটা আমার দোষ।' সেই জন্য দুটি প্রজেক্টের প্রযোজকের কাছে ক্ষমাও চেয়েছেন জীতু। আরও পড়ুন জীতু হাসপাতালে ভর্তি হতেই নম্বর কমল 'চিরদিনই তুমি যে আমার'-এর, শীর্ষস্থানে কামাল কোন মেগার? View this post on Instagram A post shared by Srabanti Gintu Chatterjee (@srabanti.smile) লাস্ট বাট নট ইন লিস্ট, জীতুর সঙ্গে ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, 'ফিরছি খুব তাড়াতাড়ি'! জীতুর দ্রুত আরোগ্য কামনা করেছেন চিরদিনই তুমি যে আমার-এর সহ অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। তিনি লিখেছেন, 'রেগুলার দেখা না হলেই আমরা একে অপরের খোঁজ নি। বিশেষ করে জীতু কমল বলে কি ব্যাপার কি কিঙ্করের সঙ্গে সিন হচ্ছে না। অভ্র দা গেল কই? আমারও ওঁর সঙ্গে সিন না থাকলে বলি কি গো আমার সঙ্গে সিন কই? একসঙ্গে কত আলোচনা অভিনয় নিয়ে। ভাল পারফরমেন্স সামনে থেকে দেখা সব মিস করছি ভাই। তোর কাজের চাপ যা তাতে ওই একটু আধটু শরীর খারাপ হতেই পারে। মহাদেব আছেন তো। তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফের ভাই। আরও পড়ুন শুটিংয়ের মাঝে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে জীতু, 'আর্য'-র জন্য উদ্বিগ্ন 'অপর্ণা' দিতিপ্রিয়া
Howrah: বাড়ি বাড়ি গিয়ে নয়, ক্লাসরুমেই SIR-এর কাজ!
শুধু তাই নয়, তৃণমূল নেতাদের উপস্থিতিতে ঘনিষ্ঠদের মধ্যে ফর্ম বিলি করছেন বিএলও। ঘটনাটি হাওড়া সাঁকরাইল পাঁচপাড়া হাজী আকবর আলি কাজি প্রাথমিক বিদ্যালয়। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের ১৭৩ নম্বর পাটের বুথ নম্বর ৯৩,৯৪,৯৫। সেখানেই ঘটে গিয়েছে এমন ঘটনা। আর যা প্রকাশ্যে আসতেই শুরু হইচই।
oneplus ace 6 pro max :১৬ জিবি র্যাম ও ৮০০০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস Ace 6 Pro Max, ফাঁস হল ফিচার, তুঙ্গে উন্মাদনা ওয়ানপ্লাস খুব শিগগিরই বাজারে আনতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus Ace 6 Pro Max। ইতিমধ্যেই চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে ফোনটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার ফাঁস হয়েছে। সূত্র অনুযায়ী, এই নতুন ডিভাইসটিতে থাকবে বিশাল ৮০০০ এমএএইচ ব্যাটারি, শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং সর্বাধিক ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ। OnePlus Ace 6 Pro Max: শক্তিশালী পারফরম্যান্স ও ডিজাইন রিপোর্টে বলা হয়েছে, ফোনটি ১২ জিবি ও ১৬ জিবি LPDDR5x Ultra RAM ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং স্টোরেজ অপশন থাকবে ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট পর্যন্ত। এটি হতে চলেছে প্রথম OnePlus ডিভাইস যেখানে Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করা হবে। কোম্পানির এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ডিজাইন ও রঙের বিকল্প OnePlus Ace 6 Pro Max ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে আসতে পারে — ইলেকট্রিক পার্পল, ফ্ল্যাশ ব্ল্যাক এবং শ্যাডো গ্রিন। ফোনটির ডিজাইন হবে বেশ প্রিমিয়াম , এবং এতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টেরিও স্পিকার এবং NFC সাপোর্ট থাকবে। ডিসপ্লে ও ব্যাটারি ফিচার এই প্রো ম্যাক্স ফোনে থাকবে একটি ৬.৭-ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১৬৫ হার্টজ। ডিসপ্লের মান ও স্ক্রিন রেসপন্স ব্যবহারকারীদের জন্য হবে আরও মসৃণ। শক্তিশালী ৮০০০ এমএএইচ ব্যাটারি সহ ফোনটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে, যা অল্প সময়েই ফোনটিকে পুরোপুরি চার্জ করতে পারবে। ক্যামেরা ও সফটওয়্যার ফিচার ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হতে পারে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সফটওয়্যার হিসেবে এটি Android 16 বেসড OxygenOS 16-এ চলবে। লঞ্চের সম্ভাবনা রিপোর্ট অনুযায়ী, OnePlus এই প্রিমিয়াম স্মার্ট ফোনটি চলতি মাসেই চিনে লঞ্চ হতে পারে। তবে ভারতের বাজারে ফোনটি কবে আসবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে ডিসেম্বরের মধ্যে এই প্রিমিয়াম মডেলটি ভারতেও আত্মপ্রকাশ করবে। আরও পড়ুন- ১ ডিসেম্বর থেকেই বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম, রিপোর্ট ঘিরে বাজারে তোলপাড় হুড়মুড়িয়ে কমল সোনার দাম, সবচেয়ে সস্তা কলকাতায়? দুর্বল ওয়াই-ফাই সংযোগে নাজেহাল? মুহূর্তে বাড়বে ইন্টারনেট স্পিড, সহজ টিপসগুলি ঝটপট জেনে নিন গ্রাহকদের জন্য বড় ধাক্কা, একাধিক প্রিপেড প্ল্যানের বৈধতা কমে গেল, ফের দাম বাড়বে? ২ লিটারে পাবেন ১৭০ কিমির অনবদ্য মাইলেজ, নামিদামি কোম্পানির এই সিএনজি স্কুটারটি বাজার কাঁপাবে ভারতীয় ইউজারদের জন্য সুখবর! বিরাট অফার ChatGPT Go-র আরও কমল খাটনি! এবার নোট লিখবে AI, বহুভাষায় ভয়েস সার্চ, অনুবাদ এখন জলভাত! পাখির পালকের চেয়েও হালকা, অনবদ্য ফিচারের সঙ্গে পান সেরা পারফরমেন্স, ২০ হাজারের কমে পান দারুণ এই ল্যাপটপ ৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio
জিতুকে দেখতে হাসপাতালে শ্রাবন্তী, এখন কেমন আছেন অভিনেতা?
বুকে ব্য়থা সঙ্গে কাঁপুনি জ্বর। গতকালই তড়িঘড়ি জিতুকে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় জিতুকে। জানা গিয়েছে, ভয়ের কিছু কারণ নেই। জিতু শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল। চিকিৎসকের কড়া নজরেই রয়েছে অভিনেতা। বৃহস্পতিবার বিকেল নাগাদ জিতুকে দেখতে পৌঁছে গেলেন অভিনেত্রী শ্রাবন্তী।
‘মারি অরি পারি যে কৌশলে।’ মেঘনাদবধ কাব্যে কথিত এই প্রবাদ বাস্তবায়নে শত্রু নিধনে ছলচাতুরিই প্রধান। তাতে নীতি-নৈতিকতার বালাই নেই। ভোট-রাজনীতিতেও জনমতে আর কারও বিশ্বাস নেই। দলীয় অবস্থান বা মতাদর্শের ভিত্তিতে জনতার সমর্থন আদায়ের কাজটাও আর কেউ করতে চায় না। প্রথমত কাজটা শ্রমসাধ্য ও সময়সাপেক্ষ। দ্বিতীয়ত এজন্য নেতা-কর্মীদের যে দায়বদ্ধতা থাকা প্রয়োজন, তার অভাব আছে। তৃতীয়ত, […] The post ছকবাজি appeared first on Uttarbanga Sambad .
জীতুর অসুস্থতায় ‘উদ্বিগ্ন’নবনীতা, হাসপাতালে ভর্তি প্রাক্তন স্বামীর আরোগ্য কামনা অভিনেত্রীর
বুধবার আউটডোর শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জীতু।
‘ঘোস্টিং’-এর যুগে প্রেমের গল্প
রুদ্র সান্যাল একসময় প্রেম মানেই ছিল অপেক্ষা- একটা চিঠি, একটা ফোনকল, কিংবা দেখা হওয়ার প্রতিশ্রুতি। আজ প্রেমের যোগাযোগ অনেক সহজ, অথচ সম্পর্কগুলো আগের চেয়ে অনেক বেশি ভঙ্গুর। আধুনিক প্রেমের অভিধানে নতুন একটি শব্দ যুক্ত হয়েছে -‘ঘোস্টিং’। যার অর্থ, হঠাৎ করে কারও জীবনের যোগাযোগ থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়া। কোনও ব্যাখ্যা নেই, কোনও বিদায় নেই- […] The post ‘ঘোস্টিং’-এর যুগে প্রেমের গল্প appeared first on Uttarbanga Sambad .
Belakoba |এসআইআর আবহে শোরগোল! বিডিও অফিসের পাশের ঝোপেই মিলল গোছা গোছা ভোটার কার্ড
বেলাকোবা: এসআইআর প্রক্রিয়া চলাকালীনই রাজগঞ্জ ব্লকের বিডিও অফিসের নির্বাচনি কার্যালয়ের পেছনে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল গোছা গোছা ভোটার কার্ড। কে বা কারা এই ভোটার কার্ডগুলি সেখানে ফেলে দিয়েছে তা জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকা দিয়ে যাতায়াতের সময় ভোটার কার্ডগুলি সেখানে পড়ে থাকার বিষয়টি কয়েকজনের নজরে আসে। প্রশ্ন উঠছে, বিডিও অফিসের নির্বাচন […] The post Belakoba | এসআইআর আবহে শোরগোল! বিডিও অফিসের পাশের ঝোপেই মিলল গোছা গোছা ভোটার কার্ড appeared first on Uttarbanga Sambad .
গভীর রাতে ঘুমিয়ে দুপুরের আগে উঠতে পারেন না? ৬ মাস চললে ভুগবেন ‘সোশ্যাল জেট ল্যাগে’!
পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক।
পোষ্য অন্তঃসত্ত্বা নয় তো? সহজেই বুঝে নিন এই লক্ষণগুলিতে
প্রেগন্যান্সি নিশ্চিত হলেই বাড়তি যত্ন নিন।
কী বলেছেন উইমেন ইন ব্লু'র হেডকোচ অমল মজুমদার?
রিচাদের বিশ্বজয় বিচ্ছিন্ন ঘটনা নয়
সেবন্তী ঘোষ শেয়ার করা এক পোস্টে দেখি, প্রতিবেশী বাংলাভাষী দেশের অভিবাসী এক কন্যা লিখেছেন, ভারত দেশটাকে তিনি হিংসা করেন। দেশভাগ হয়ে আখেরে লাভ হয়েছে ভারতের। দু’পাশের দেশের মেয়েদের প্রতি ফতোয়া, কল্লা দেওয়া, এসব ভারতের মেয়েদের সহ্য করতে হয় না। ভারতের মেয়েরা যে কোনও ক্ষেত্রে তাদের ধ্বজা উড়িয়ে চলেছে। কথাটা আংশিক সত্য। সত্য এই কারণে […] The post রিচাদের বিশ্বজয় বিচ্ছিন্ন ঘটনা নয় appeared first on Uttarbanga Sambad .
প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনে ধামাকা অফার, পান ৪১,০০০-এর বিরাট ছাড়
অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সি Z Flip 6-এ মিলছে 41,099 পর্যন্ত ছাড়! ফ্লিপ ফোনপ্রেমীদের জন্য দারুণ খবর! Amazon বর্তমানে Samsung Galaxy Z Flip 6-এ দিচ্ছে 41,099 টাকা পর্যন্ত বিশাল ছাড়। কোম্পানি এই প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনটি লঞ্চ করেছিল 1,09,999 টাকায়। কিন্তু এখন সেটি মাত্র 68,900-এ পাওয়া যাচ্ছে। অর্থাৎ, এখনই এই অফারে কিনলে সাশ্রয় করা যাবে প্রায় ৪১ হাজার টাকা। তবে, এই ডিলটি সীমিত সময়ের জন্যই প্রযোজ্য। অফার ও ডিসকাউন্টের বিস্তারিত Amazon-এর এই অফারে সরাসরি ফ্ল্যাট ছাড় ছাড়াও রয়েছে আকর্ষণীয় ব্যাংক অফার। ফেডারেল ব্যাংক ক্রেডিট কার্ড ইএমআই অপশনে অতিরিক্ত 3,000 টাকার ছাড়। তাছাড়া, গ্রাহকরা চাইলে পুরনো ফোন এক্সচেঞ্জ করে আরও ডিসকাউন্ট পেতে পারেন। তাই, আপনি যদি নতুন স্মার্টফোনে আপগ্রেড করার কথা ভেবে থাকেন, এটি হতে পারে এক আদর্শ সুযোগ। Samsung Galaxy Z Flip 6: ফিচার ও স্পেসিফিকেশন স্যামসাং-এর এই ফ্লিপ ফোনটিতে রয়েছে 6.7-ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ইননার ডিসপ্লে, যা FHD+ রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। বাইরের দিকে রয়েছে 3.4-ইঞ্চি সুপার AMOLED কভার স্ক্রিন, যা 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট। পারফরম্যান্সের দিক থেকে, ফোনটিতে থাকবে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরে। এতে রয়েছে ৪,০০০mAh ব্যাটারি, যা ২৫W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফির জন্য থাকছে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী প্রসেসর ও দারুণ ডিসপ্লে সহ, Samsung Galaxy Z Flip 6 নিঃসন্দেহে হতে পারে সেই স্টাইলিশ ফোন যা আলাদা করে নজর কাড়বে। আরও পড়ুন- হিটার ব্যাবহারের দিন শেষ! শীতে ঘর যেমন থাকবে গরম, গ্রীষ্মে পান কনকনে ঠান্ডা, বাড়িতে আনুন ডবল বেনিফিটের হট অ্যান্ড কোল্ড এসি আরও পড়ুন- ১০ লক্ষ টাকার বিরাট তহবিল! এই পোস্ট অফিস স্কিম আপনাকে ধনী করে তুলবে আরও পড়ুন- ১ ডিসেম্বর থেকেই বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম, রিপোর্ট ঘিরে বাজারে তোলপাড় আরও পড়ুন- ৫ বছরে ৩০,০০০ টাকা বিদ্যুৎ সাশ্রয়! হ্যাভেলসের এই অত্যাধুনিক প্রযুক্তির গিজারে ২৫% দ্রুত গরম হবে জল
Soaked Methi |ভিজে মেথির দানাতেও রয়েছে পুষ্টিগুণ, এটি খেলে কী কী উপকার হবে?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাতে মেথি জলে ভিজিয়ে রেখে সকালে মেথি ছেঁকে সেই জল খান অনেকেই। এটি কতটা উপকারী তা কমবেশি সকলেরই জানা। তবে জল ছেঁকে নেওয়ার পর মেথির দানা (Soaked Methi) না ফেলে সেটিকে চিবিয়ে খেতে পারেন। এতেও মিলবে অনেক উপকার। ওজন কমাতে সাহায্য করে সকালে ভিজে মেথির দানা খেলে এতে থাকা ফাইবার পেট […] The post Soaked Methi | ভিজে মেথির দানাতেও রয়েছে পুষ্টিগুণ, এটি খেলে কী কী উপকার হবে? appeared first on Uttarbanga Sambad .
দমদম বিমানবন্দরে বানর নিয়ে হুলস্থুল কাণ্ড! ৬০ ঘণ্টা ধরে খোঁজে কর্তৃপক্ষ
৮০০টি সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে।
KIFF 2025-Sreelekha Mitra: 'যারা নিজের ঘরের লোককে চেনে না সেখানে কীসের ফিল্ম ফেস্টিভ্যাল?' ৩১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার আগেই এমনটাই বলতে শোনা গেল অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। এখন আর তাঁকে দেখা যায় না ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে। কিন্তু একসময় গিয়েছেন ছবি দেখেছেন। আজ আর আমন্ত্রণ পান না। সরকার বদল হওয়ার পরেও তিনি আমন্ত্রণ পেয়েছেন। তবে এখন গল্প একেবারেই অন্য। কিন্তু, কেন যান না তিনি? বা আমন্ত্রণ পান না? অভিনেত্রী বলেন, আমি জানি না কেন যে কী হল? মানে ওখানে সকলের খুব ফেক হাসি। ক্যামেরার বাইরেই ওখানে সবাই ভাল অভিনয় করেন। আমি ঠিক ওখানে মিলে মিশে থাকতে পারছিলাম না। তারপর অনুভব করলাম একটা ঘাপলা কিছু হচ্ছে। সেই থেকেই বন্ধ হল। কিন্তু এখনকার অনুষ্ঠান নিশ্চয়ই চোখে পরে তাঁর? অভিনেত্রীর সাফ কথা, আমি দেখি না। আমার মন খারাপ হয়। আমি ওখানে খুব আউটসাইডার ফিল করতাম নিজেকে। যদিও ইন্সাইডার আমি কোনওদিন নই। KIFF-এ না থাকার খবর দিলেন সৌমিতৃষা দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকার পরেও আজ শ্রীলেখা ব্রাত্য। কারণ, তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেন। তিনি খুব একটা কাজের সুযোগ এখন পান না। তবে, ফিল্ম ফেস্টিভ্যালের কী কী বদল দেখতে চান তিনি? অভিনেত্রীর কথায়, ফিল্ম ফেস্টিভ্যালের অনেক কিছু পাল্টালেই আমি খুশি হব। আমি কাউকে ছোট করছি না তবে, ফিল্ম ফেস্টিভ্যালের ডায়াস-কে টেলিভিশনের সার্কাস করে দেওয়া যুক্তিযুক্ত না। ফিল্ম ফেস্টিভ্যাল এর স্টেজে উঠতে যোগ্যতা লাগে। শুধু একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে থাকতে এসব। ওখানে স্টেজে এমন অনেকেই থাকেন যারা সিনেমার কিছুই জানেন না। তাঁদের সিনেমা নিয়ে কোনও ধারণা নেই। KIFF 2025- Bangladesh: বাংলাদেশের ছবি বাদ KIFF থেকে, হুজুগে বাঙালিকে নিয়ে কৌশিক সেন বলছেন, ' কাঁটাতার-রাজনীতি পেরিয়ে..' অভিনেত্রীর মায়ানগর দারুণ প্রশংসা পায়। সেই ছবি বিদেশের মাটিতেও প্রশংসিত। কিন্তু, অভিনেত্রীর কথায়, মায়ানগর ছবির পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত এবং তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত তাঁকে চেনে না এই শহর কলকাতা, সেখানে কীসের ফিল্ম ফেস্টিভ্যাল? নিজেদের মানুষদের জানে না চেনে না। সেখানে চলচ্চিত্র উৎসব? প্রসঙ্গে আজ যেখানে কলকাতায় বসবে সিনেমার আসর সেখানেই শ্রীলেখা নিজের নতুন ছবির স্ক্রিপ্ট রিডিং-এ বসবেন।
নূপুর চুরির অপবাদ! মায়ের বকুনির পরই অভিমানে ‘আত্মঘাতী’পঞ্চম শ্রেণির ছাত্রী
মেয়ের মৃত্যুতে জ্ঞান হারাচ্ছেন সন্তানহারা মা।
সতর্কবার্তা মানেননি অনভিজ্ঞ চালক! ছত্তিশগড়ে রেল দুর্ঘটনায় সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য
মঙ্গলবারের দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
হঠাৎ করেই চুল শুষ্ক! শীত আসার আগেই মেনে চলুন এই নিয়ম
তার মধ্য়েই হঠাৎ লক্ষ্য করলেন চুল আচমকা শুষ্ক হয়ে উঠছে। আসলে শীত পড়ার আগে থেকেই বাতাসে আদ্রতার মাত্রা কমতে থাকে। বাতাসে জলীয় বাষ্প কমে যাওয়ার কারণে ত্বকের সঙ্গে সঙ্গে চুলও শুষ্ক হতে শুরু করে। তাই শীত আসার আগে থেকেই চুলের আলাদা করে যত্ন নেওয়া প্রয়োজন। কী করবেন?
রাজ্যে কত মৃত ভোটার? উত্তর খুঁজতে মমতার ‘সমব্যথী প্রকল্পে’ই আস্থা কমিশনের
১০ দিনের মধ্যে জেলাশাসকদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
৫ বছরে ৩০,০০০ টাকা বিদ্যুৎ সাশ্রয়! হ্যাভেলসের এই অত্যাধুনিক প্রযুক্তির গিজারে ২৫% দ্রুত গরম হবে জল
৫ বছরে ৩০,০০০ টাকা বিদ্যুৎ সাশ্রয়! হ্যাভেলসের এই অত্যাধুনিক প্রযুক্তির গিজারে ২৫% দ্রুত গরম হবে জল শীতের মরসুমে গিজার কেনার পরিকল্পনা করছেন? তাহলে এই হ্যাভেলস (Havells)-এর নতুন গিজারটি হতে পারে আপনার বেস্ট অপশন। কোম্পানির দাবি, এই বিশেষ মডেলটি ৫ বছরে প্রায় ৩০,০০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। শুধু তাই নয়, এটি প্রচলিত গিজারের তুলনায় ২৫% দ্রুত জল গরম করে। প্রযুক্তিগত দিক থেকে এটি ভারতের বাজারে একটি বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করা হচ্ছে। ইন্ডাকশন প্রযুক্তিতে তৈরি, নেই কোনও হিটিং এলিমেন্ট এই গিজারটি ইন্ডাকশন প্রযুক্তিতে তৈরি, যেখানে কোনও হিটিং এলিমেন্ট ব্যবহার করা হয় না। এর ফলে এটি জল গরম করার সময় প্রায় ১০-১২ মিনিট পর্যন্ত কমিয়ে দেয়। এতে ২৫ শতাংশ পর্যন্ত শক্তি সাশ্রয় হয় বলে দাবি সংস্থার। হ্যাভেলসের এই গিজারে ডুয়াল সেফটি অ্যাডাপ্টার যুক্ত করা হয়েছে, যা আগুন বা বৈদ্যুতিক শক থেকে সুরক্ষা প্রদান করে। এছাড়াও, এতে রয়েছে ডিজিটাল তাপমাত্রা প্রদর্শন এবং রিমোট কন্ট্রোল সুবিধা, যার মাধ্যমে ব্যবহার আরও সহজ হয়ে যায়। এই গিজারে রয়েছে ৭ বছরের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, ইন্ডাকশন কয়েলের উপর ৫ বছরের ওয়ারেন্টি এবং পণ্যের উপর ২ বছরের ওয়ারেন্টি প্রদান করছে হ্যাভেলস। অর্থাৎ, এটি কেবলমাত্র শক্তি সাশ্রয় নয়, দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তাও দিচ্ছে। হ্যাভেলস ২৫ লিটার গিজারের দাম ও অফার অ্যামাজনে এই ২৫ লিটার স্টোরেজ গিজারটির দাম ৪৭% ছাড়ের পর ১৬,৮০০ টাকা। এছাড়া IDFC FIRST, OneCard, Canara Bank, BOBCARD, HSBC ও Yes Bank কার্ডে অতিরিক্ত ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে। যাঁরা তুলনামূলক সস্তা বিকল্প খুঁজছেন, তাঁদের জন্য বাজারে রয়েছে আরও কিছু জনপ্রিয় মডেল। যেমন Crompton Arno Neo 25L-এর দাম ৬,৩৯৯ টাকা, Bajaj Shield Series New Shakti 25L-এর দাম ৭,৫৯৯ টাকা এবং Orient Electric Enamour Classic Pro 25L গিজারটি ৬,৩৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। তবে এই মডেলগুলিতে ৩০,০০০ টাকার বিদ্যুৎ সাশ্রয়ের দাবি করা হয়নি। আরও পড়ুন- হুড়মুড়িয়ে কমল সোনার দাম, সবচেয়ে সস্তা কলকাতায়? দুর্বল ওয়াই-ফাই সংযোগে নাজেহাল? মুহূর্তে বাড়বে ইন্টারনেট স্পিড, সহজ টিপসগুলি ঝটপট জেনে নিন গ্রাহকদের জন্য বড় ধাক্কা, একাধিক প্রিপেড প্ল্যানের বৈধতা কমে গেল, ফের দাম বাড়বে? ২ লিটারে পাবেন ১৭০ কিমির অনবদ্য মাইলেজ, নামিদামি কোম্পানির এই সিএনজি স্কুটারটি বাজার কাঁপাবে ভারতীয় ইউজারদের জন্য সুখবর! বিরাট অফার ChatGPT Go-র আরও কমল খাটনি! এবার নোট লিখবে AI, বহুভাষায় ভয়েস সার্চ, অনুবাদ এখন জলভাত! পাখির পালকের চেয়েও হালকা, অনবদ্য ফিচারের সঙ্গে পান সেরা পারফরমেন্স, ২০ হাজারের কমে পান দারুণ এই ল্যাপটপ ৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio
একের পর এক বিস্ফোরক অভিযোগ, ফেডারেশন থেকে পদত্যাগ করলেন শীর্ষকর্তা
কল্যাণ চৌবের কাছে দীর্ঘ পদত্যাগ পত্র পাঠিয়েছেন ওই কর্তা।
Asima Patra: ‘গাছে বেঁধে রাখবেন, কোনও ছাড় নেই’, হুংকার তৃণমূল বিধায়কের
আর সেই তালিকাতেই এবার নাম লেখালেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। তিনি বলেন, বিজেপির যারা চুঁচুড়ার ভোটারদের নাম বাদ দিতে চায়, তাঁদের দেখলেই গাছে বেঁধে রাখবেন। কোনও ছাড় নেই।বুধবার চুঁচুড়া ঘড়ির মোড়ে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এসআইআর নিয়ে প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ধনিয়াখালির বিধায়ক এমন হুঁশিয়ারি দেয়।
২০০২ সালের তালিকায় নাম নেই, অমিল পুরনো নথিও, ‘SIR আতঙ্কে আত্মঘাতী’ব্যক্তি!
পেশায় মুড়ি বিক্রেতা ওই মৃত ব্যক্তি।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election 2025) প্রথম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল বিহারে (Bihar)। কিন্তু দুপুরে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনভয়ে হামলার অভিযোগ উঠল। নিজের কেন্দ্র লক্ষ্মীসরাইতেই উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে পাথর ও জুতো ছোড়ার অভিযোগ ওঠে। সেইসঙ্গে একদল জনতা ‘মুর্দাবাদ’ বলে […] The post Bihar Assembly Election 2025 | বিহার বিধানসভা নির্বাচন, বেলা গড়াতেই বাড়ল উত্তেজনার পারদ, উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ appeared first on Uttarbanga Sambad .
Asansol: ২০০২ সালের ভোটার তালিকায় নামই নেই TMC কাউন্সিলরের!
SIR In WB: স্বাধীনতা আন্দোলনে নেমে তৎকালীন সময়ে রেলের চাকরি গিয়েছিল দাদুর এমনটাই দাবি। অশোকের দাবি, তাঁদের জন্ম ভিটে সব এখানেই। তাঁরা রোহিঙ্গা নন, বাংলাদেশিও নন। তারপরেও ২০০২ সালের তালিকায় নাম উধাও। অর্থাৎ এই তালিকা ত্রুটিমুক্ত নয়। অথচ ত্রুটপূর্ণ ২০০২ এর ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন SIR-এ নেমেছে।
KIFF উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না সৌমিতৃষা, হঠৎ কী এমন হল?
সম্প্রতি সৌমিতৃষা শেষ করেছেন তাঁর ওয়েব সিরিজ ‘কালরাত্রি ২’-এর শুটিং। প্রথম সিজ়ন দর্শকদের কাছ থেকে বিপুল প্রশংসা পেয়েছিল, তাই দ্বিতীয় সিজ়নের জন্যও দর্শক আগ্রহ তুঙ্গে। আপাতত চিকিৎসার বিশ্রামেই রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী, তবে শীঘ্রই পর্দায় ফেরার আশ্বাস দিয়েছেন তিনি।
২ জিবি দৈনিক ডেটা প্ল্যান: জিও, এয়ারটেল না ভিআই — কোন কোম্পানির রিচার্জ প্ল্যান সবচেয়ে সস্তা?
২ জিবি দৈনিক ডেটা প্ল্যান: জিও, এয়ারটেল না ভিআই — কোন কোম্পানির রিচার্জ প্ল্যান সবচেয়ে সস্তা? প্রতিদিন ২ জিবি ডেটা সহ একটি সাশ্রয়ী প্রিপেইড রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে এই প্রতিবেদনে রইল জিও, এয়ারটেল ও ভিআই-এর ২ জিবি ডেটা সহ সাশ্রয়ী মূল্যের ডেটা প্যাকের বিস্তারিত বিবরণ। বর্তমানে টেলিকম বাজারে জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভিআই (Vi)-এর মধ্যে গ্রাহক টানাটানিতে চলছে তীব্র প্রতিযোগিতা। প্রত্যেক সংস্থা এমন কিছু 2GB দৈনিক ডেটা প্ল্যান চালু করেছে, যাতে ডেটা ছাড়াও ওটিটি (OTT) সাবস্ক্রিপশন ও অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। কোন প্ল্যানটি আপনার জন্য সেরা হতে পারে, দেখে নিন বিস্তারিত তুলনা। জিওর ২ জিবি দৈনিক ডেটা প্ল্যান: জিওর ৮৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের মেয়াদ ৯০ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ৪জি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যায়। এর সঙ্গে ব্যবহারকারীরা পাচ্ছেন ট্রু ৫জি সাপোর্ট, ৩ মাসের বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশন এবং গুগল জেমিনি প্রো-এর ১৮ মাসের ফ্রি অ্যাক্সেস। এয়ারটেলের ২ জিবি ডেটা প্ল্যান: এয়ারটেলের ৯৭৯ টাকার প্রিপেইড প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। এতে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ৫জি ইন্টারনেট, এবং আনলিমিটেড কলিং সুবিধা রয়েছে। এর সঙ্গে রয়েছে Airtel Xstream Play Premium এবং Perplexity Pro-এর এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন। যারা নিয়মিত OTT কন্টেন্ট দেখেন বা AI টুল ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যানটি বিশেষভাবে উপযোগী। Vi-এর ২ জিবি ডেটা প্ল্যান: Vi-এর ৯৯৬ টাকার প্রিপেইড প্ল্যানেও প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস সুবিধা রয়েছে। মেয়াদ ৮৪ দিন। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এতে রয়েছে Amazon Prime Lite-এর এক বছরের বিনামূল্যে সাবস্ক্রিপশন, যার বাজারমূল্য প্রায় ৭৯৯ টাকা। তবে, দাম ও নেটওয়ার্ক প্রাপ্যতার দিক থেকে Vi-এর এই প্ল্যান কিছুটা পিছিয়ে আছে বলে মনে করছেন অনেক ব্যবহারকারী। সেরা কোনটি? দামের তুলনায় সুবিধার দিক থেকে, জিওর ৮৯৯ টাকার প্ল্যান বর্তমানে সবচেয়ে লাভজনক। এতে কম খরচে দীর্ঘমেয়াদি ব্যবহার, 5G সাপোর্ট, OTT অ্যাক্সেস ও AI সাবস্ক্রিপশন — সবই রয়েছে। এয়ারটেলও ভালো বিকল্প, বিশেষত যারা স্ট্রিমিং কনটেন্ট উপভোগ করেন। অন্যদিকে, Vi-এর প্ল্যানটি OTT সুবিধা প্রদান করলেও, তার নেটওয়ার্ক কভারেজ ও দাম এটিকে কিছুটা কম প্রতিযোগিতামূলক করে তুলেছে। আরও পড়ুন- ১ ডিসেম্বর থেকেই বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম, রিপোর্ট ঘিরে বাজারে তোলপাড় হুড়মুড়িয়ে কমল সোনার দাম, সবচেয়ে সস্তা কলকাতায়? দুর্বল ওয়াই-ফাই সংযোগে নাজেহাল? মুহূর্তে বাড়বে ইন্টারনেট স্পিড, সহজ টিপসগুলি ঝটপট জেনে নিন গ্রাহকদের জন্য বড় ধাক্কা, একাধিক প্রিপেড প্ল্যানের বৈধতা কমে গেল, ফের দাম বাড়বে? ২ লিটারে পাবেন ১৭০ কিমির অনবদ্য মাইলেজ, নামিদামি কোম্পানির এই সিএনজি স্কুটারটি বাজার কাঁপাবে ভারতীয় ইউজারদের জন্য সুখবর! বিরাট অফার ChatGPT Go-র আরও কমল খাটনি! এবার নোট লিখবে AI, বহুভাষায় ভয়েস সার্চ, অনুবাদ এখন জলভাত! পাখির পালকের চেয়েও হালকা, অনবদ্য ফিচারের সঙ্গে পান সেরা পারফরমেন্স, ২০ হাজারের কমে পান দারুণ এই ল্যাপটপ ৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio
মহাদেবের আশীর্বাদে দেব দীপাবলি উপভোগ করতে পারলাম, এক ঐশ্বরিক অনুভূতি: সুস্মিতা
বারানসীতে আধ্যত্মিক সফরের মাঝে কলম ধরলেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
T20 World Cup 2026 Final: ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ ক্রিকেটের আসর নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উত্তেজনা। এবার ভারতের মাটিতে (সহ-আয়োজক শ্রীলঙ্কা) হতে চলা এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium)-কে প্রাথমিকভাবে বেছে নিয়েছে আইসিসি। ক্রিকেটপ্রেমীদের কাছে এটি এক বড় খবর। কারণ বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বসতে পারে টি২০ বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় ফাইনাল। বিসিসিআই (BCCI) সূত্রে জানা গেছে, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ হবে তুলনামূলকভাবে কম শহরে, কিন্তু প্রতিটি শহরেই অন্তত ৬টি করে ম্যাচ আয়োজন করা হবে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের মতো ১০-১২টি শহরে নয়, এবার ভারতে এই টুর্নামেন্টের আয়োজন সীমাবদ্ধ থাকবে ৫টি প্রধান শহরে— আহমেদাবাদ, কলকাতা, চেন্নাই, দিল্লি এবং মুম্বই। আয়োজনের জটিলতা কমানো এবং স্টেডিয়াম আর পরিকাঠামোর মান বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন- আউট জীতেশ, ভারতের ষষ্ঠ উইকেটের পতন যৌথ আয়োজক টি২০ বিশ্বকাপ ২০২৬ ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে। শ্রীলঙ্কায় ৩টি স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সম্ভাবনা থাকলেও এখনও নিশ্চিতভাবে কোনও ভেন্যু ঘোষণা হয়নি। মনে করা হচ্ছে- কলম্বো, ক্যান্ডি এবং গলে ম্যাচগুলো হতে পারে। ভারতের ক্ষেত্রে বিসিসিআই জানিয়েছে, যে স্টেডিয়ামগুলো আইসিসি মহিলা বিশ্বকাপ আয়োজন করেছে, সেগুলো পুরুষদের টুর্নামেন্টে ম্যাচ পাবে না। তাই গুয়াহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর এবং নবি মুম্বই ম্যাচ আয়োজনের তালিকা থেকে বাদ পড়তে চলেছে। আরও পড়ুন- ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে ভয়ঙ্কর খবর, শুনলে হৃদয় ভাঙবে আপনারও যথারীতি আন্তর্জাতিক এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ অন্যবারের মতই ভারত-পাকিস্তান ম্যাচ। সূত্র বলছে, দুই দেশের বোর্ডের মধ্যে আগেই একটি চুক্তি হয়েছে। তা অনুযায়ী, ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলবে না। দু'দেশের মধ্যে খেলা হলে তৃতীয় বা নিরপেক্ষ কোথাও ম্যাচ হবে। সেই অনুযায়ী, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোয়। গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তবে ফাইনাল কিন্তু আহমেদাবাদে হবে না। ম্যাচটি নিরপেক্ষ ভেন্যু বা শ্রীলঙ্কায় হবে। আরও পড়ুন- রাজনীতি না অন্য চক্রান্ত! জাতীয় দলে কেন নেই মোহনবাগানের ফুটবলার? আইসিসি সূত্রে জানা গেছে, টুর্নামেন্টটি ২০২৬ সালের শুরুতেই হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই আইসিসিকে পূর্ণাঙ্গ সূচি জমাও দিয়েছে। শীঘ্রই তা প্রকাশিত হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় ১.৩ লাখ দর্শক বসতে পারেন। এত বেশিসংখ্যক দর্শক ধারণ করার ক্ষমতা বিশ্বের আর কোনও ক্রিকেট স্টেডিয়ামের নেই। সেই কারণে নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচ আয়োজনস্থলের স্বীকৃতি পেয়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও এখানেই হয়েছিল। এবার ফের সেই স্টেডিয়ামেই হতে চলেছে টি২০ বিশ্বকাপের ফাইনালও। তবে, সেটা শেষ পর্যন্ত হবে কি না, তা সময় এবং পরিস্থিতির ওপর নির্ভর করছে। আরও পড়ুন- ইস্টবেঙ্গলে যোগ দিলেন UEFA কাঁপানো ফুটবলার! আনন্দে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা তবে নেটিজেনদের অনেকে পরিস্থিতি কী হয়, সেটা দেখার জন্য ধৈর্য ধরতে রাজি নন। মোদী স্টেডিয়ামে টি২০ ফাইনাল আয়োজনের ভাবনা শুনেই তাঁরা বিষয়টি নিয়ে নেটদুনিয়া রীতিমতো সরগরম করে ফেলেছেন। যাইহোক, সেটা অন্য বিষয়। বর্তমানে আগামী টি২০ বিশ্বকাপের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভেন্যুর সংখ্যা কমানো নিয়ে। বিসিসিআই (BCCI) কর্তাদের একাংশের ধারণা, 'কম ভেন্যু মানে কম বিশৃঙ্খলা, আরও ভালো আয়োজন বা আয়োজনের সুব্যবস্থা।' তাঁরা চান, যে কয়টি শহরেই ম্যাচ হোক না কেন, প্রতিটি শহরেই থাকুক আধুনিক স্টেডিয়াম, ম্যাচের জন্য শহরে আসা দলগুলোর উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা। আর, দর্শকরা পান হয়রানিহীন প্রযুক্তিনির্ভর সুবিধা।
গিলের ‘জায়গা বাঁচানো’ইনিংস, অক্ষরদের চেষ্টায় সম্মানরক্ষার স্কোর ভারতের
গোল্ড কোস্টের 'স্লো' পিচে এই রানে লড়াই সম্ভব?
same-sex marriage: সুন্দরবনের বুকে এক অন্যরকম ভালোবাসার কাহিনি — বিবাহবন্ধনে আবদ্ধ রিয়া ও রাখি
Sundarban-South 24 Parganas News: সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী রইল এক অনন্য ভালোবাসার গল্পের। সমাজের প্রচলিত নিয়ম ভেঙে একে অপরের হাত ধরলেন দুই তরুণী — মন্দিরবাজারের রিয়া সরদার ও বকুলতলার রাখি নস্কর। স্থানীয় এক মন্দিরে সম্পন্ন হল তাদের বিয়ের অনুষ্ঠান, উপস্থিত ছিলেন এলাকার কিছু প্রতিবেশী ও শুভানুধ্যায়ী। রিয়া ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে মাসি-মেসোর কাছে বড় হয়েছেন। অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন। দুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় দুই বছর আগে তাদের পরিচয় হয় নৃত্যের সূত্রেই। প্রথমে ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব গভীর সম্পর্কে রূপ নেয়। আরও পড়ুন- West Bengal Weather: শীতের 'সিগন্যাল’ মিলেছে, কিন্তু জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রিয়া যখন নিজের পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, পরিবার তা মেনে নিতে অস্বীকার করে। পরিস্থিতি বাধ্য করে তাঁকে বাড়ি ছাড়তে। এরপর তিনি আশ্রয় নেন রাখির বাড়িতে। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই আয়োজন করা হয় তাদের বিয়ের। আরও পড়ুন- West Bengal News Live Updates: থমকে যাবে বাংলার SIR প্রক্রিয়া? বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের স্থানীয় এক মন্দিরে পূজা দিয়ে, পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন রিয়া ও রাখি।সমাজের নানা বাঁধাধরা নিয়ম, ভয় ও সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন এই দুই তরুণী। আরও পড়ুন- 'আমি নিজে কোনও ফর্ম ফিল-আপ করিনি, করবও না', SIR নিয়ে আগুনে হুঙ্কার মমতার সুন্দরবনের বুক থেকে জন্ম নেওয়া এই ভালোবাসার গল্প যেন নতুন প্রজন্মকে মনে করিয়ে দেয় — ভালোবাসার কোনও লিঙ্গ নেই, কোনও সীমানা নেই।
বিয়ের আট মাস পর উত্তরপ্রদেশে উদ্ধার বধূর ঝুলন্ত দেহ, পণের দাবিতে খুন?
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নাগরাকাটা: চুরমার হয়ে গিয়েছে গ্রামের একমাত্র রাস্তা। জলের তোড়ে ভেসে গিয়েছে কালভার্ট, জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের পাইপ লাইন। নদীগর্ভে বিলীন হয়েছে ধান চাষের কয়েক বিঘা জমি। সব মিলিয়ে গত ৫ অক্টোবরের বিধ্বংসী প্লাবনের পর নাগরাকাটার (Nagrakata) মহেন্দ্রধুড়া ও কাঠালধুড়া গ্রামের একাংশের বেহাল দশা। প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ তো দূরের কথা, এখনও কেউ দেখতেও আসেননি বলে […] The post Nagrakata | ৫ অক্টোবরের বিধ্বংসী প্লাবনে বেহাল দশা নাগরাকাটার দুই গ্রামের! নীরব প্রশাসন, অভিযোগ স্থানীয়দের appeared first on Uttarbanga Sambad .
কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ভোরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ব্যাংকক থেকে পাচার করা দুটি বিরল ও বিপন্ন প্রজাতির বানরের মধ্যে একটি শুল্ক দপ্তরের হেফাজত থেকে পালিয়ে যায়। পূর্ব কম্বোডিয়া ও দক্ষিণ ভিয়েতনামে পাওয়া যায় এই বিরল প্রজাতির বানর, যার বাজার মূল্য ১০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকার মধ্যে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, এই প্রজাতির বানর কেনা-বেচা বা পোষা সম্পূর্ণ বেআইনি। সূত্র অনুযায়ী, ব্যাংকক থেকে আগত থাই এয়ারওয়েজের ফ্লাইটে (TG-313) এক যাত্রী দুটি বানর পাচার করছিলেন। কাস্টমস কর্তৃপক্ষ তাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। ভোর প্রায় ৩টার দিকে কাস্টমস কর্মীরা প্রাণীগুলি জীবিত না মৃত তা যাচাই করতে ঝুড়ি খুলতেই একটি বানর হঠাৎ পালিয়ে যায়। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, “বানরটি খুবই ছোট, ফলে ২৫ লক্ষ বর্গফুট টার্মিনালে সেটিকে খুঁজে বের করা বিশাল চ্যালেঞ্জ।” বন বিভাগের নয়জন কর্মকর্তা — ট্রাঙ্কুলাইজার বন্দুক, জাল ও বিমানবন্দরের লেআউট ম্যাপসহ — বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন। অন্যদিকে, দ্বিতীয় বানরটি আটক করার সময় একজন বনকর্মী আহত হন বলে জানা গেছে। ওই বানরটিকে থাইল্যান্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বন বিভাগের কর্মকর্তা কল্যাণ রাই জানান, “বাজেয়াপ্ত করা বানরগুলির মধ্যে একটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর আমাদের দল ঘটনাস্থলে পৌঁছায়।” এক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেন, “জাতীয় জৈব নিরাপত্তার জন্য এটি হুমকি। যদি প্রাণীটি কোনো রোগ নিয়ে আসে বা কাউকে কামড়ায়, তবে দায়ভার কে নেবে?” তবুও যাত্রীরা তখনো কিছু জানতেন না যে বিমানবন্দরের ভেতরে চলছে বিরল এক বানরের খোঁজে তল্লাশি অভিযান। এনএসসিবিআই বিমানবন্দর প্রশাসন, কাস্টমস, সিআইএসএফ, বন বিভাগ এবং বিমান সংস্থার কর্মীরা একযোগে অভিযান চালাচ্ছেন। প্রায় ৮০০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে, তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বানরটি এখনো নিখোঁজ রয়েছে। প্রায় ৬০ ঘণ্টার অনুসন্ধান ও ৮০০টি ক্যামেরার নজরদারি সত্ত্বেও বানরটির কোনো হদিস মেলেনি। অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। আরও পড়ুন- SIR নিয়ে তোলপাড়ের মাঝেই কমিশনকে বড় নির্দেশ হাইকোর্টের 'আমাদের সব স্বপ্ন পূরণ করেছে রিচা',মেয়ের সাফল্যে 'চোখে জল' বাবা মানবেন্দ্রর SIR নিয়ে বিরাট আপডেট, ঘরে বসে অনলাইনে ফর্ম ফিলাপের বিরাট সুবিধার ঘোষণা কমিশনের 'এনডিএ বিহারে ৬০টি আসনও পাবে না, ১৬০টির স্বপ্ন দেখছে', ভোটের মাঝে হুঙ্কার মৃত্যুঞ্জয় তিওয়ারির SIR নিয়ে আরও বড় পদক্ষেপে তৃণমূল, কেন্দ্রের বিরুদ্ধে কোমর বেঁধে আসরে বাংলার শাসক দল
Rajganj |এসআইআর আবহে শোরগোল! বিডিও অফিসের পাশে ঝোপে মিলল গোছা গোছা ভোটার কার্ড
বেলাকোবা: এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন রাজগঞ্জ (Rajganj) ব্লকের বিডিও অফিসের নির্বাচনি কার্যালয়ের পেছনে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল গোছা গোছা ভোটার কার্ড। কে বা কারা এই ভোটার কার্ডগুলি সেখানে ফেলে দিয়েছে তা জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকা দিয়ে যাতায়াতের সময় ভোটার কার্ডগুলি সেখানে পড়ে থাকার বিষয়টি কয়েকজনের নজরে আসে। প্রশ্ন উঠছে, বিডিও […] The post Rajganj | এসআইআর আবহে শোরগোল! বিডিও অফিসের পাশে ঝোপে মিলল গোছা গোছা ভোটার কার্ড appeared first on Uttarbanga Sambad .
SIR |স্ত্রীর পদবির গেরোয় স্বামীরা রেজিস্ট্রি অফিসের দরজায়
সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি : রায় গুণাকর ভারতচন্দ্র রায়ের লেখা অনুযায়ী ছদ্মবেশী দেবী অন্নপূর্ণার কাছে ঈশ্বরী পাটনি পরিচয় জানতে চাইলে দেবী বলেন, ‘জানহ স্বামীর নাম নাহি ধরে নারী।’ ছদ্মবেশী দেবীর জবাব শুনে ঈশ্বরী পাটনি বেশি না ঘাঁটালেও এসআইআর-এ তা হবে না। নির্বাচন কমিশনের নির্দেশিকা এতটাই স্পষ্ট যে আকারে ইঙ্গিতে তার জবাব দেওয়ার উপায় নেই। তাই বিএলও-দের […] The post SIR | স্ত্রীর পদবির গেরোয় স্বামীরা রেজিস্ট্রি অফিসের দরজায় appeared first on Uttarbanga Sambad .
Kolkata International Film Festival 2025 live: ৩১ তম চলচ্চিত্র উৎসবে কী কী হতে চলেছে?
31st Kolkata International Film Festival live updates: চলচ্চিত্র উৎসব মানেই, বলিউড তারকাদের উপস্থিতি। দীর্ঘ অনেক বছর ধরে চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন থেকে শাহরুখ খানকেও। শাহরুখের উপস্থিতি সবসময় টক অফ দা টাউন থাকতো এক্ষেত্রে।
Birds |পাখি গ্রামের স্বীকৃতি কোলাখামের
তমালিকা দে, শিলিগুড়ি : লাভা থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে ছোট্ট পাহাড়ি গ্রাম কোলাখাম। স্যাটির ট্রাগোপান, রেড-হেডেড ট্রোগন, রুফাস নেকড হর্নবিল, ক্রেস্টেড সার্পেন্ট ইগল, ব্ল্যাক বুলবুল, স্কারলেট মিনিভেট, স্ট্রেইটেড বুলবুল, ভার্ডিটার ফ্লাইক্যাচার, মাউন্টেন হক ইগল সহ আরও নানা প্রজাতির পাখির আস্তানা এই গ্রামে দেশ-বিদেশের বহু পর্যটক আসেন বহুদিন ধরে। পাখিপ্রেমীদের কােছ […] The post Birds | পাখি গ্রামের স্বীকৃতি কোলাখামের appeared first on Uttarbanga Sambad .
West Bengal Weather: শীতের 'সিগন্যাল’ মিলেছে, কিন্তু জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
kolkata weather update: অক্টোবরের শেষ থেকেই রাজ্য জুড়ে শীতের আগমনী সুর বেজে উঠতে শুরু করেছে। নভেম্বরের শুরু থেকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হলেও, এখনো পর্যন্ত উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা ছাড়া অন্য কোথাও তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামেনি। ফলে রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরিই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তারা। শীতের অনুভূতি মিলছে: গত কয়েকদিন ধরেই ভোরবেলা ও সন্ধ্যার পর থেকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আবহাওয়ার পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে যে, শীতের আগমন দূরে নয়। তবে এখনই তার তীব্রতা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আরও পড়ুন- West Bengal News Live Updates: থমকে যাবে বাংলার SIR প্রক্রিয়া? বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের ঝঞ্ঝায় আটকে শীত: আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের দিক থেকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, যার ফলে রাজ্যে ঠান্ডার দাপট বাড়ছে না। অন্যদিকে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে, যা তাপমাত্রা কমার পথে বাধা দিচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আরও পড়ুন- Bihar Voting Live: 'যদি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে কেন হাতছাড়া করব', তেজ প্রতাপের বড় বক্তব্যে অন্য ইঙ্গিত উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় তাপমাত্রা সামান্য কমেছে বটে, তবে অধিকাংশ জেলায় তাপমাত্রার তেমন পরিবর্তন দেখা যায়নি। আরও পড়ুন- Bengal SIR: SIR নিয়ে তোলপাড়ের মাঝেই কমিশনকে বড় নির্দেশ হাইকোর্টের সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ নড়চড় নয়: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর ও দক্ষিণ — দুই প্রান্তেরই সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তাই কবে থেকে জাঁকিয়ে শীত নামবে, তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বিনামূল্যে শিশুদের দূরারোগ্য ব্যাধির চিকিৎসা, ‘শিশুসাথী’প্রকল্পে নতুন বরাদ্দ ঘোষণা মমতার
জন্মগভাবে যারা জটিল হৃদরোগে আক্রান্ত, তাদের চিকিৎসা মিলবে সম্পূর্ণ নিখরচায়।
Malda: তৃণমূল নেতার বাড়িতে বসেই ফর্ম বিলি? ভিডিয়ো দেখুন একবার
ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে। সেখানকার কর্তব্যরত বিএলও আলোক চক্রবর্তীর বিরুদ্ধেই উঠল এমন অভিযোগ। ভোটারদের বাড়ি-বাড়ি না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন তিনি বলে অভিযোগ।
Kiff 2025: সিনেমার শহরেই সিনেমার অভাব! কী হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবে? জানুন সত্যিটা
kolkata international film festival 2025: বাঙালির মাসে তেরো পার্বণ। এই পার্বণের অন্যতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শীতের আমেজ আসতেই কলকাতার আকাশে যেন সিনেমার গন্ধ মিশে যায় (Bengali Cinema)। রাসবিহারী থেকে নন্দন, সাউথ সিটি থেকে স্টার থিয়েটার , সর্বত্র একটাই সুর, “চলচ্চিত্র উৎসব এসেছে!” পোস্টার, ব্যানার, আর নন্দনের ভিড় দেখে বোঝা যায়, শহরটা তখন সিনেমাপ্রেমে এতটুকুও ঘাটতি নেই। কিন্তু এই সিনেমা প্রেম আর আনন্দ ভিড়ের মাঝেই ক্রমে একটা প্রশ্ন মাথা তোলে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) কি সত্যিই নতুন কিছু দিচ্ছে? নাকি প্রতি বছর ওই একই একই পুরোনো রুটিনে চলছে উৎসবের চাকচিক্য? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই সহজ বিশ্লেষণ। আরও পড়ুন- 'দিদিকে ধন্যবাদ', বলেই KIFF-এ না থাকার খবর দিলেন সৌমিতৃষা ফিরে দেখা চলচ্চিত্র উৎসবে প্রথম দিন ১৯৯৫ সালে পথচলা শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata Film Festival)। এর নেপথ্যে ছিলেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতো মহারথীদের অনুপ্রেরণা। যে উদ্দেশ্য নিয়ে চলচ্চিত্র উৎসবের সূচনা তা হল, বিশ্বমানের ভালো সিনেমা যেন এই শহরের দর্শকদের কাছে পৌঁছে যায়। প্রথম দিকে এই উৎসব ছিল একেবারে সিনেমাকেন্দ্রিক, তারকাদের গ্ল্যামার নয়, বরং সিনেমার শিল্পই ছিল মুখ্য। দর্শকরা নতুন ভাষা, নতুন দেশের গল্প দেখতে পেতেন, আর পরিচালকরা পেতেন নিজেদের সিনেমা নিয়ে সরাসরি কথা বলার সুযোগ। বছরের পর বছর একঘেয়েমি বছর কেটে গিয়েছে, উৎসব বড় হয়েছে, কিন্তু কাঠামোটা প্রায় একই রয়ে গিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান, তারকাদের উপস্থিতি, কয়েকটি নির্বাচিত সিনেমা প্রদর্শন, তারপর পুরস্কার, একই নির্দিষ্ট ছকে বাঁধা। যেন রুটিন মুখস্থ। এমনকি উদ্বোধনের চিত্রনাট্যও যেন প্রতি বছর এক। এক রাজনৈতিক নেতা বা মুখ্যমন্ত্রী মঞ্চে উঠছেন, পাশে তারকা, সামনে ক্যামেরা। দর্শকরা ছবি তুলছেন, সংবাদমাধ্যমে আলোড়ন, বলিউডের নামজাদা তারকা। এসবের মাঝে সিনেমার আলোচনা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। আরও পড়ুন- জীতু হাসপাতালে ভর্তি হতেই নম্বর কমল 'চিরদিনই তুমি যে আমার'-এর, শীর্ষস্থানে কামাল কোন মেগার? গ্ল্যামার বেশি সিনেমা কম অনেকে মনে করেন বিশেষ করে বাম ঘরানার মানুষরা। এই উৎসব মানেই ছিল সিনেমার উৎসব। এখন সেটা অনেকটাই “তারকার উৎসব”-এ পরিণত হয়েছে। লাল গালিচায় কারা এলেন, কে কী পোশাক পরলেন, কে কাকে জড়িয়ে ধরলেন, এসব নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দু। সিনেমার শিল্প, ভাষা, ভাবনা, এসব যেন আড়ালে চলে গিয়েছে। সমালোচকদের মতে, এখন উৎসবের উদ্দেশ্য “দর্শকদের ভালো সিনেমা দেখানো”র চেয়ে “রাজ্য সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করা”ই বেশি গুরুত্ব পাচ্ছে। সিনেমা নির্বাচনে কোথাও নতুন কিছুর অভাব আছে চলচ্চিত্র উৎসবের প্রাণ হলো সিনেমা নির্বাচন। কিন্তু এখানেই দেখা যাচ্ছে সবচেয়ে বড় ঘাটতি।কলকাতা উৎসবে যে সিনেমাগুলো দেখানো হয়, তার বেশিরভাগই আগে কোনও আন্তর্জাতিক উৎসবে দেখানো হয়েছে। যা নিয়ে আগেই আলোচনা হয়েছে। বা হচ্ছে। ফলে কলকাতার দর্শকরা খুব কমই এমন কোনো সিনেমা দেখতে পান, যা বিশ্বে প্রথমবার এখানেই দেখানো হচ্ছে। এতে উৎসবের নিজস্বতা ক্ষুণ্ণ হচ্ছে, আন্তর্জাতিক মর্যাদা থাকলেও সৃষ্টিশীল দিক থেকে উৎসবটা পিছিয়ে পড়ছে। প্রতিবেশী দেশ বাংলাদেশের ছবি নেই বাংলাদেশের সঙ্গে আমাদের সংস্কৃতির সম্পর্ক অতি গভীর। দুই বাংলার সিনেমা, সংগীত, সাহিত্য—সব কিছুতেই মিল খুঁজে পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, টানা দু’ বছর অর্থাৎ ২০২৪ ও ২০২৫ সালে কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোনো সিনেমা জায়গা পায়নি। এটা শুধু দুঃখজনক নয়, ভীষণ কষ্টেরও এক অর্থে সাংস্কৃতিক বিচ্ছিন্নতাও বটে। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র-সংযোগ যদি সত্যিই আন্তর্জাতিক উৎসবের অংশ হয়, তবে প্রতিবেশী দেশের অংশগ্রহণ তো জরুরি। আরও পড়ুন- চেনেন এই পাখিকে? ঠোঁট নয়, পা দিয়ে মেরে ফেলে সাপকে! রাজনীতি এবং স্বচ্ছতার অভাব রয়ে গিয়েছে KIFF সরাসরি রাজ্য সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়, তাই রাজনীতির ছোঁয়া এখানে থাকা অস্বাভাবিক নয়। তবুও অভিযোগ, সিনেমা নির্বাচনে ও পুরস্কার নির্ধারণে সবসময় নিরপেক্ষতা বজায় থাকে না। অনেকেই মনে করেন, উৎসব কমিটি ঝুঁকি নিতে চায় না, বরং ‘নিরাপদ’, চেনা সিনেমাগুলোকেই প্রাধান্য দেয়।ফলে নতুন পরিচালকদের জন্য বা পরীক্ষামূলক সিনেমার জন্য দরজা প্রায় বন্ধ। এত কিছুর পরেও চলচ্চিত্র উৎসব আবেগের উৎসব সবকিছুই যে নেতিবাচক, তা নয়। এখনো এই উৎসবে এমন কিছু উদ্যোগ আছে, যা সত্যিই প্রশংসনীয়। বিশেষ দেশ ফোকাস, প্রতি বছর একটি দেশকে কেন্দ্র করে সেই দেশের সিনেমা দেখানো হয়। ওয়ার্কশপ ও আলোচনা সভা, নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য পরিচালকদের সঙ্গে আলোচনা ছবি তৈরির কৌশল নিয়ে কর্মশালা। এটি ভবিষ্যতের সিনেমা পরিচালকদের অনুপ্রেরণা যোগায়। উত্তম কুমারের “সপ্তপদী” বা “নায়ক” এর মতো ক্লাসিক ছবিগুলোর রিস্টোরেশন করে বড় পর্দায় দেখানো হয়। এটি সিনেমার ঐতিহ্য সংরক্ষণের এক অসাধারণ উদ্যোগ। আরও পড়ুন- ক্যানসার কেড়ে নিল প্রাণ, জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন KGF খ্যাত অভিনেতা
Aniket Mahato Posting R G Kar: আরজি কর মেডিক্যাল কলেজের পরিবর্তে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ পোস্টিং দেওয়া হয়। ২৭ মে ' ২০২৫ এই পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। অনিকেত মাহাতো দাবি করেন, যে তার র্যাঙ্ক ২৪ । আরজি কর হাসপাতালে অ্যানাস্থেসিয়া বিভাগে ৪ টি শূন্যপদ আছে।
PM Modi: দেশের মুখ উজ্জ্বল করেছিলেন, সেই বীরঙ্গনাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী
এবার লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে বিশ্বজয়ী মহিলা ক্রিকেটারদের আমন্ত্রণ জানালেন। বুধবার তাঁর বাসভবনে হরমনপ্রীত, স্মৃতিদের সঙ্গে খোশমেজাজে দেখা গেল প্রধানমন্ত্রীকে। বিশ্বকাপে তিন ম্যাচে হারের পর হরমনপ্রীতদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে খোঁচা দিতে শুরু করেছিলেন। কিন্তু, সেসব গুরুত্ব দেননি হরমনপ্রীতরা। ঘুরে দাঁড়িয়েছেন।
Snake Killer Bird: চেনেন এই পাখিকে? ঠোঁট নয়, পা দিয়ে মেরে ফেলে সাপকে!
Snake Killer Bird: আফ্রিকার বিশাল সাভানা তৃণভূমি অঞ্চলে এমন এক পাখি বাস করে, যার শিকার ধরার ধরন পৃথিবীর অন্য কোনও পাখির সঙ্গে মেলে না। এই পাখির নাম সেক্রেটারি বার্ড (Secretary Bird/Sagittarius serpentarius)। এই পাখি দেখতে রাজকীয় ধাঁচের। আর, শিকার ধরার সময় কিন্তু একেবারে নির্দয়। তার প্রিয় শিকার? সাপ! ভয়ংকর কৌশল বেশিরভাগ শিকারি পাখি যেমন বাতাস থেকে নখ বাড়িয়ে শিকার ধরে, সেক্রেটারি বার্ড (Secretary Bird) কিন্তু সেটা করে না। সে মাটিতে হাঁটতে হাঁটতে শিকার খোঁজে। যখন কোনও সাপ চোখে পড়ে, তখন বিদ্যুতের গতিতে দ্রুত লাথি মারে। এতটাই শক্তিশালী সেই লাথি যে সাপের মাথা এক ঝটকায় ফেটে যায়। বিজ্ঞানীদের মতে, একটি সেক্রেটারি বার্ড (Secretary Bird) লাথি মারার সময় তার শরীরের ওজনের প্রায় পাঁচগুণ বল প্রয়োগ করতে পারে মাত্র ১৫ মিলি সেকেন্ডে। যা চোখের পলকের চেয়েও দ্রুত! আরও পড়ুন- একবার খেলে লেগে থাকবে মুখে, রাতে ডিনারের মেনুতে রাখুন এই সুস্বাদু বাঙালি খাবার এই পাখির লম্বা পা শক্ত আঁশে ঢাকা থাকে। যা তাকে সাপের কামড় থেকে রক্ষা করে। এছাড়া, এর পাখনা অনেক চওড়া। যা সাপের মনোযোগ ঘোরাতে সাহায্য করে, ঠিক যেমন এক যোদ্ধা তার ঢাল ব্যবহার করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে। এই পাখি পাখনাকেও তেমনভাবেই ব্যবহার করে। আরও পড়ুন- এই সেই কার্তিক পূর্ণিমার রাত! এরাতেই ঘটেছিল রাসলীলা, ঠিক কী হয়েছিল? 'স্নেক কিলার বার্ড' নামে পরিচিত হলেও সাপই কিন্তু সেক্রেটারি বার্ডের একমাত্র খাবার নয়। এটি ছোট পাখি, ইঁদুর, গিরগিটি, ব্যাঙ, পোকামাকড় এমনকী ছোট খরগোশও খায়! তবে সাপের সঙ্গে এর লড়াই এতটাই নাটকীয় স্তরে পৌঁছে যায় যে, 'স্নেক কিলার বার্ড' তকমা পেয়ে গিয়েছে এই পাখি। আরও পড়ুন- শীতে সর্দি-কাশি এবং অ্যালার্জি দূরে রাখতে প্রতিদিন পান করুন এই চা! মূলত সাহারা মরুভূমি সংলগ্ন অঞ্চলে পাখিটিকে দেখা যায়। শিকার করতে মাটিতে হাঁটলেও রাতে বা প্রজননের সময় পাখিটি উড়ে গাছে চলে যায়। এরা বাসা তৈরি করে উঁচু কাঁটাযুক্ত গাছে। সেখানে বাবা ও মা দুই পাখিই ডিম ফোটানোর কাজ করে আর বাচ্চাদের যত্নআত্তি করে। দক্ষিণ আফ্রিকার ‘সতর্কতা’ ও ‘সুরক্ষা’র প্রতীক হিসেবে এই পাখি স্থান পেয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে পাখিটি 'রক্ষাকর্তা পাখি' নামেও পরিচিত। আরও পড়ুন- অজানা সিদ্ধার্থশংকর, শ্রদ্ধায় স্মরণে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আইনজীবী, কূটনীতিবিদ দুঃখজনক হলেও সত্যি, আজ এই আশ্চর্য পাখিটি 'বিপন্ন' তালিকাভুক্ত। শহর বাড়ছে, কৃষিজমি বিস্তৃত হচ্ছে, আর তার সঙ্গে কমছে সাভানার মুক্ত অঞ্চল। তাই আবাসস্থল হারিয়ে ধীরে ধীরে কমছে সেক্রেটারি বার্ড (Secretary Bird)–এর সংখ্যাও। পাখিপ্রেমী সংগঠনগুলো এখন সচেতনতা বাড়াতে কাজ করছে, যাতে এই অসাধারণ শিকারির ভবিষ্যৎ প্রজন্মও পৃথিবীর আলো দেখতে পায়। আফ্রিকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই পাখির বিরাট গুরুত্ব রয়েছে। আর, সেই কারণেই পাখিটিকে নিয়ে বিশেষভাবে চিন্তা-ভাবনা করছেন আফ্রিকা মহাদেশের পরিবেশবিদরা।
ICC World Cup Champion |রাষ্ট্রপতি ভবনে হরমনপ্রীতরা, বিশ্বজয়ীদের প্রশংসা দ্রৌপদী মুর্মুর
নয়াদিল্লি : বৃহস্পতিবার রাজধানীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। এদিন রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় দলকে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানান দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘মহিলা ক্রিকেট দল ইতিহাস গড়েছে। তরুণ প্রজন্মের কাছে তাঁরা আদর্শ হয়ে উঠেছেন। মহিলা ক্রিকেটাররা হয়তো বিভিন্ন […] The post ICC World Cup Champion | রাষ্ট্রপতি ভবনে হরমনপ্রীতরা, বিশ্বজয়ীদের প্রশংসা দ্রৌপদী মুর্মুর appeared first on Uttarbanga Sambad .
Calcutta High Court: এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা দেবে নির্বাচন কমিশন
Calcutta High Court: বিএলও-দের নিরাপত্তা নিয়েও এদিন সওয়াল করেন মামলাকারীর আইনজীবী। তিনি উল্লেখ করেন, দিকে দিকে বিএলও-রা হুমকির সম্মুখীন হচ্ছেন। তারা সরকারি কর্মী। তাদের নিরাপত্তা দেওয়া হোক বলে দাবি জানিয়েছেন তিনি। এই কথা শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, সরকার জানে কীভাবে তার কর্মীদের নিরাপত্তা দিতে হয়। আলাদা করে কোনও নির্দেশ দেওয়ার দরকার নেই।
ফিটনেস ধরে রাখতে গো-মূত্র পান করেন অক্ষয়!
রাত সাড়ে ৯টা ঘুমতে যান, এতটাই নিজের লাইফস্টাইলকে ছকে ফেলেছেন অক্ষয়। শুধু তাই নয়, বলিউডের কোনও ফিল্মি পার্টিতেই দেখা যায় না অক্ষয়কে। তবে এখানেই শেষ নয়। নিজের ফিটনেসের জন্য অক্ষয় রোজ যা পান করেন, তা শুনলে চমকে উঠতে হয়। হ্যাঁ, অক্ষয় নিজের ফিটনেসকে ধরে রাখতে রোজ পান করেন গোমূত্র!
Bengal SIR: SIR নিয়ে তোলপাড়ের মাঝেই কমিশনকে বড় নির্দেশ হাইকোর্টের
Bengal SIR: বাংলায় SIR নিয়ে এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। কমিশনের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। ১৮ নভেম্বরের মধ্যে হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। ২০০২-এর ভোটার তালিকার ভিত্তিতে কেন SIR? ২০২৫-এর ভোটার তালিকার ভিত্তিতে করা হোক SIR সওয়াল মামলা কারীর আইনজীবীর। কোন প্রক্রিয়ায় বাংলায় এসআইআর? কমিশনের কাছে এবার হলফনামা আকারে তা পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনী (SIR) প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলা (PIL)-এর প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে (ECI) একটি বিস্তারিত হলফনামা পেশের নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সুজয় পান এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ জানিয়েছে, নির্বাচন কমিশনকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে। এই মামলাটি দায়ের করেছেন পিন্টু কারার, যিনি SIR-এর নির্ধারিত সময়সীমা বাড়ানোর আবেদন জানান এবং পুরো প্রক্রিয়াটি আদালতের তত্ত্বাবধানে সম্পন্ন করার দাবি তোলেন। শুনানিতে আবেদনকারীর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে, কেন ২০০২ সালের তথ্যের ভিত্তিতে এই প্রক্রিয়া চালানো হচ্ছে, এবং দাবি করা হয় যে এটি ২০২৫ সালের ভোটার তালিকার তথ্যের ভিত্তিতে হওয়া উচিত। অন্যদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে জানান যে, শেষবার SIR ২০০২ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং যেসব ভোটারের নাম ইতিমধ্যেই তালিকাভুক্ত রয়েছে, তাদের নতুন করে নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। তিনি আরও জানান, বুথ লেভেল অফিসাররা (BLO) ইতিমধ্যেই বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ শুরু করেছেন। আবেদনকারীর পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানিয়ে বলা হয়, BLO-রা হুমকির সম্মুখীন হচ্ছেন, তাই তাঁদের জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত। তবে আদালত কোনও নির্দিষ্ট নির্দেশ না দিয়ে জানায়, রাজ্য সরকার চাইলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক লড়াই। মঙ্গলবার SIR-এর প্রথম দিনেই এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, বিজেপি-ও SIR-এর সমর্থনে পাল্টা সমাবেশ ও মিছিলের আয়োজন করে, ফলে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এবার এনুমারেশন ফর্ম ফিল আপ প্রশ্নে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না। আরও পড়ুন- 'আমাদের সব স্বপ্ন পূরণ করেছে রিচা',মেয়ের সাফল্যে 'চোখে জল' বাবা মানবেন্দ্রর SIR নিয়ে বিরাট আপডেট, ঘরে বসে অনলাইনে ফর্ম ফিলাপের বিরাট সুবিধার ঘোষণা কমিশনের 'এনডিএ বিহারে ৬০টি আসনও পাবে না, ১৬০টির স্বপ্ন দেখছে', ভোটের মাঝে হুঙ্কার মৃত্যুঞ্জয় তিওয়ারির SIR নিয়ে আরও বড় পদক্ষেপে তৃণমূল, কেন্দ্রের বিরুদ্ধে কোমর বেঁধে আসরে বাংলার শাসক দল
হাই কোর্টে স্বস্তি অনিকেতের! বদলি নয়, পোস্টিং আর জি করেই, নির্দেশ ডিভিশন বেঞ্চের
হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।
Weather Update |শীঘ্রই পারদ পতনের পূর্বাভাস রাজ্যে! অনুভূত হচ্ছে শীতের আমেজ, রইল আবহাওয়ার আপডেট
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে শীতের প্রবেশ কবে?এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল, চলতি সপ্তাহেই ধীরে ধীরে নামবে তাপমাত্রা। সেই মতো শীতের আমেজ পাওয়া যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে দুই বঙ্গে, তা জেনে নিন (Weather Update)। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) পাহাড়ি জেলাগুলোতে […] The post Weather Update | শীঘ্রই পারদ পতনের পূর্বাভাস রাজ্যে! অনুভূত হচ্ছে শীতের আমেজ, রইল আবহাওয়ার আপডেট appeared first on Uttarbanga Sambad .
বিহারে বেলা গড়াতেই উত্তেজনা, উপমুখ্যমন্ত্রীর কনভয়ে জুতো-পাথর! পালটা অভিযোগ আরজেডির
'মুর্দাবাদ' স্লোগান উঠল।
বাঁকুড়ায় রাতের অন্ধকারে অতর্কিতে তৃণমূল নেতাদের উপর ‘হামলা’, কাঠগড়ায় বিজেপি
স্থানীয় বিজেপি নেতা স্বরূপ ঘোষ-সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের।
আজই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী, এবার বলিপাড়া থেকে থাকছেন কারা?
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেল চারটের সময় ধনধান্য স্টেডিয়াম থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচিত হয়েছে ‘সপ্তপদী’-কে। এ বছর দেখানো হবে মোট ৩৯টি দেশের ২১৫টি ছবি, যার মধ্যে রয়েছে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার চলচ্চিত্র।
New Town: কলকাতার উপকন্ঠেই মিনি বাংলাদেশ? বাসিন্দারাই ফাঁস করে দিলেন…
SIR in Bengal: এসআইআর শুরু হওয়ার পর বহু মানুষই ঘর ছেড়ে পালাচ্ছেন! যাচ্ছেন কোথায়? নিউ টাউনের ঝুপড়ি অঞ্চলে এই প্রশ্নই ঘোরাফেরা করছে। একের পর এক বসতিতে দেখা যাচ্ছে এই একই ছবি। বাংলাদেশ থেকে ওরা এসেছিল বলেই জানা যাচ্ছে। অনুপ্রবেশকারীদের আস্তানা ছিল কলকাতা শহরের এত কাছে!
বিরতি শেষে ছোটপর্দায় ফিরছেন ইন্দ্রাণী দত্ত, এবার কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
কবে থেকে শুরু হবে শুটিং?

28 C