SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

38    C
... ...View News by News Source

হারতে হারতে কোণঠাসা RCB, নাইটদের ডেরায় নামার আগে 'স্পেশাল প্ল্যান'

রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুর সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একের পর এক ম্যাচ হারতে হারতে বর্তমানে তারা একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আগামী রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে। তবে এই ম্যাচে খেলতে নামার আগে আরসিবি ব্রিগেড এক বিশেষ ছক কষতে চলেছে।

এ ই সময় 19 Apr 2024 5:42 pm

শোয়েব 'অতীত', নতুন প্রেমে ডুব সানিয়ার! ইনস্টা পোস্টে জল্পনা তুঙ্গে

ফের প্রেম সাগরে ডুব দিয়েছেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা? এই প্রশ্নেই আপাতত তোলপাড় গোটা দেশ। আসলে বৃহস্পতিবার রাতে তিনি একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন। আর এই স্টোরিকে কেন্দ্র করেই যাবতীয় জল্পনা শুরু হয়ে গিয়েছে। চলতি বছরই শোয়েব মালিকের সঙ্গে বিবহ বিচ্ছেদ হয়েছে সানিয়া মির্জার।

এ ই সময় 19 Apr 2024 4:31 pm

সরলেন হার্দিক, IPL-এর মাঝেই অধিনায়কত্বের ব্যাটন রোহিতের হাতে! দেখুন ভিডিয়ো

অধিনায়ক হিসেবে রোহিতকে এবার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তিনি দায়িত্ব হারালেও দলের কঠিন সময়ে তিনি নেতৃত্বের ভার তুলে নিলেন। শেষের দিকে তাঁর পরামর্শেই মু্ম্বই ইন্ডিয়ান্স সাফল্য পায়। শেষ ওভারে পাঁচ বল বাকি থাকতেই জিতে যায় মুম্বই।

এ ই সময় 19 Apr 2024 3:45 pm

আভিজাত্যে ভরপুর, কলকাতা নাইট রাইডার্সের মোট সম্পত্তির পরিমাণ কত?

কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স করছে। ইতিমধ্যেই তারা পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে নাইট সমর্থকরাও দলের এই পারফরম্যান্স নিয়ে যারপরনাই খুশি হয়েছেন। কিন্তু, এই দলটার মোট সম্পত্তির পরিমাণ কত? আসুন, সেটাই জেনে নেওয়া যাক।

এ ই সময় 19 Apr 2024 2:33 pm

'IPL খেললে ক্ষতিই হবে...', মুস্তাফিজুরের জন্য ভারতকে 'বদনাম' বাংলাদেশের

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরম্যান্স করছেন। ইতিমধ্যে ৫ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন তিনি। তবে আগামী মাসের শুরুতেই বাংলাদেশ ফিরে যেতে হবে এই স্পিডস্টারকে। ইতিমধ্যে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার খালিদ মাহমুদ এবং বিসিবি ডিরেক্টর আক্রম খান মুস্তাফিজুরের আইপিএল অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ ই সময় 19 Apr 2024 12:31 pm

'বিস্ফোরক' রোহিত, ভারত-পাক টেস্ট সিরিজ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য

ভারত এবং পাকিস্তানের মধ্যে আদৌ টেস্ট সিরিজ আয়োজন করা উচিত? মাইকেল ভনের একটি পডকাস্ট শো'য়ে এই ব্যাপারে অকপট উত্তর দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই ব্যাপারে তাঁর কোনও অসুবিধে নেই। গত এক দশকের বেশি সময় ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই দুটো দলের কোনও টেস্ট সিরিজ আয়োজন করা হয়নি।

এ ই সময় 19 Apr 2024 11:36 am

বিতর্কের মাঝেই বাড়ল বিপদ, বোর্ডের কড়া শাস্তির মুখে হার্দিক

হার্দিক পান্ডিয়াকে নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামতে চাইছে। প্রথমে তো মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়কত্ব গ্রহণ করার পর দলের সমর্থকরাই তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারপর আবার আসন্ন টি-২০ বিশ্বকাপেও তিনি সুযোগ পাবেন কি না, তা নিয়ে বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছে। আর এবার তিনি বোর্ডের শাস্তির মুখে পড়লেন।

এ ই সময় 19 Apr 2024 10:06 am

তুখোড় ইনিংস শেষ বালখিল্যতায়, দলের হারেও 'বাজিগর' মারকুটে আশুতোষকে চিনুন

পঞ্জাব কিংসের ইতিহাসে খুব কম প্লেয়ারের নাম জ্বল জ্বল করবে। কারণ এই দল কোনও প্লেয়ারকে দলে বেশিদিন রাখে না। কিন্তু যেই প্লেয়ার যতদিন খেলার সুযোগ পেয়েছেন তিনি দাগ কাটার চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে একজন আশুতোষ শর্মা। এবার অভিষেক করে তিনি একের পর এক ম্যাচে দুর্ধর্ষ ইনিংস খেললেন।

এ ই সময় 18 Apr 2024 11:52 pm

হিরোও তিনি, ভিলেন‌ও! মুম্ব‌ইকে ম্যাচ উপহার পঞ্জাবের আশুতোষের

খারাপ শুরু করেও পঞ্জাব কিংস একটা সময় ম্যাচটা জয়ের দিকে নিয়ে গিয়েছিল, সেটা হয়েছিল আশুতোষের জন্য। তিনি ফিরতেই ম্যাচে ফিরল মুম্বই আর জিতে গেল। পঞ্জাবকে তাদের ঘরের মাঠে ৯ রানে হারাল মুম্বই। গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে প্রবেশ করল মুম্বই।

এ ই সময় 18 Apr 2024 11:47 pm

মিল নেই কর্তাদের কথায়, মুস্তাফিজুরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে 'গৃহযুদ্ধ'

মুস্তাফিজুরকে নিয়ে এখন কী করা উচিত তা ঠিক করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের তিন কর্তা তিনরকম কথা বলছেন। তবে যার ক্ষমতা বেশি তাঁর কথাই চলছে। তবে মুস্তাফিজুরের সফল IPL যাত্রা ছেড়ে যে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলা উচিত হবে না সেটা মনে করছেন অনেকেই।

এ ই সময় 18 Apr 2024 10:53 pm

টি-২০ বিশ্বকাপের আগে 'বড় ধামাকা', ১০ ক্রিকেটারকে বেছে নিল বিসিসিআই?

২০২৪ আইপিএল টুর্নামেন্ট আপাতত মাঝপথে দাঁড়িয়ে রয়েছে। আর এই টুর্নামেন্ট শেষ হতে না হতেই বেজে যাবে টি-২০ বিশ্বকাপের ডঙ্কা। টি-২০ বিশ্বকাপে আবারও অধিনায়কের ভূমিকায় দেখতে পাওয়া যাবে রোহিত শর্মাকে। শোনা যাচ্ছে, টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই ২০ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এখন ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

এ ই সময় 18 Apr 2024 7:26 pm

জিতলেই প্লে অফের দৌড়ে, অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি পঞ্জাব-মুম্বই

Punjab vs Mumbai LIVE: লিগ তালিকায় পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে যথাক্রমে অষ্টম ও নবম স্থানে। দুই দলই চার পয়েন্ট নিয়ে রয়েছে। এই ম্যাচ জেতা দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। ম্য়াচের প্রতিটা আপডেটের জন্য নজর রাখুন।

এ ই সময় 18 Apr 2024 6:10 pm

পরামর্শ ছাড়াই টি-২০ বিশ্বকাপে দল গঠন? বিরাট কোহলি ইস্যুতে বিস্ফোরক রোহিত শর্মা

বিরাট কোহলির টি-২০ বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে রাহুল দ্রাবিড় ও অজিত আগরকরের সঙ্গে বৈঠক করেছেন রোহিত শর্মা্। এই খবর এবার খারিজ করে দিলেন তিনি নিজেই। জানালেন তিনি কারও সঙ্গে বৈঠক করেননি এবং তাঁদের মধ্যে কোনও বৈঠক হয়নি।

এ ই সময় 18 Apr 2024 5:57 pm

'আমি দলের সঙ্গে থাকছি না', মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার শিলমোহর রোহিতের?

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব যাওয়ার পর এখন অনেকটাই হাল্কা মেজাজে আছেন রোহিত শর্মা। তাঁর কাছে চিন্তায় এখন নিজের ব্য়াটিং ও জাতীয় দল। এই হাল্কা মেজাজটাকে আরও উপরের দিকে নিয়ে যেতে তিনি দলের হোম ম্যাচে নিজের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন। নিজেই জানালেন যে তিনি মুম্বইতে থাকলে নিজের বাড়িতেই থাকেন।

এ ই সময় 18 Apr 2024 3:46 pm

খুদেদের বুট, বই-খাতা উপহার! পাড়ায় ফুটবল খেলে মন জিতলেন পেত্রাতোস

ছুটিতেও ফুটবল থেকে দূরে নেই পেত্রাতোস। সদ্য মোহনবাগান সুপার জায়ান্টকে ISL শিল্ড জিতিয়েছেন, মাঝে কয়েকদিনের ছুটিতে তিনি কলকাতায় কয়েকজন খুদের সঙ্গে ফুটবল খেলতে গেলেন। মোহনবাগানের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে পেত্রাতোস খুদেদের সঙ্গে পাড়ার একটি ছোট মাঠে ফুটবল খেলছেন। সঙ্গে রয়েছেন হ্যামিল।

এ ই সময় 18 Apr 2024 3:13 pm

'ধোনি আসছেন...', বিশ্বকাপের আগে বড়সড় মন্তব্য রোহিত শর্মার

মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট ইতিহাসের একটা অধ্যায় বললেও বোধহয় কম বলা বয়। ধোনির অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল ২বার বিশ্বকাপ জয় করেছে। প্রথমটা ২০ ওভারের, পরেরটা ৫০ ওভারের। এমনকী, তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। সম্প্রতি আইপিএল টুর্নামেন্টে ব্যাট হাতেও তিনি জমকালো পারফরম্যান্স করছেন।

এ ই সময় 18 Apr 2024 2:59 pm

'কে সুযোগ পাবে, আর কে পাবে না...', বিশ্বকাপে হার্দিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ালেন রোহিত

হার্দিক পান্ডিয়াকে আদৌ আসন্ন টি-২০ বিশ্বকাপে দেখতে পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর যেন কিছুতেই মিলতে চাইছে না। ইতিপূর্বে, শোনা গিয়েছিল যে হার্দিক পান্ডিয়া যদি বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেতে চান, তাহলে চলতি আইপিএল টুর্নামেন্টে তাঁকে নিয়িত বোলিং করতে হবে। এবার রোহিতের এই মন্তব্য এক নয়া জল্পনা উসকে দিয়েছে।

এ ই সময় 18 Apr 2024 2:10 pm

ম্যাচ হারের পর বড় ধাক্কা, নির্বাসিত হতে পারেন শ্রেয়স আইয়ার

চলতি আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত ফর্মে রয়েছে। গত ৬ ম্যাচের মধ্যে তারা ৪ ম্যাচে জয় লাভ করেছে। যদিও গত মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে গিয়েছে। তবে এই ম্যাচে স্লো ওভার রেটের জন্য দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ই সময় 18 Apr 2024 9:10 am

দুর্দান্ত ফিটনেসের সঙ্গে নিখুঁত ক্যাপ্টেন্সি, গুজরাটকে উড়িয়ে নির্বাচকদের বার্তা পন্থের

বিশ্বকাপে যে তাঁকে দলে নিতেই হবে সেটা ফের একবার জানান দিলেন পন্থ। উইকেটের পিছন থেকে তিনি গোটা ম্যাচটা ঘুরিয়ে দিলেন। প্রয়োজনে উইকেট তুললেন এবং ব্য়াট হাতে ম্যাচ জেতালেন। পন্থের এই পারফরম্য়ান্স দেখে তাঁকে বিশ্বকাপ দলে দেখছেন অনেকে।

এ ই সময় 17 Apr 2024 11:10 pm

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিল্লির দাদাগিরি, পন্থদের সামনে লজ্জার হার গুজরাটের

ঘরের মাঠে গিয়ে বিপক্ষকে হারাতে পারে অনেক কম দল। হারালেও সেই ম্যাচগুলো হয় হাড্ডাহাড্ডি। তবে এবার যেটা দেখা গেল সেটা বাকি ছবিগুলো পাল্টে দেবে। দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটান্সকে ৮৯ রানে গোটানোর পর মাত্র ৮.৫ ওভারে ম্যাচ শেষ করল দিল্লি। বড় ব্যবধানে জেতায় অনেকটা স্বস্তিতে দিল্লি শিবির।

এ ই সময় 17 Apr 2024 10:18 pm

তিন ম্যাচেই হবে বাজিমাত, ম্যাচ হেরে দলকে টোটকা বাজিগরের

ম্যাচ হারলেও লড়ে হেরেছে KKR। শাহরুখ খান গ্যালারিতে বসে থেকে দলের হার দেখেছেন, আর এই হারের পর তিনি নিজের স্টাইলে দলকে তাতালেন। এই দিন আসতে পারে বলে তিনি জানান। তবে দল হারার মতো খেলেনি। এই হার থেকে কামব্যাক করতে পারবে বলে শাহরুখ বার্তা দেন।

এ ই সময় 17 Apr 2024 7:02 pm

গুজরাট জিতলে বিপদে KKR, গুরুত্বপূর্ণ ম্য়াচে গিলদের সামনে দিল্লি

Gujarat vs Delhi LIVE: লিগ তালিকায় খারাপ জায়গায় রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা নবম স্থানে রয়েছে, অন্যদিকে গুজরাট টাইটান্স রয়েছে ষষ্ঠ স্থানে। এই ম্য়াচে অনেকটা এগিয়ে রয়েছে গুজরাট, তাদের ঘরের মাঠ হওয়ায় সমর্থকদের থেকে সমর্থন পাবে। ম্য়াচের আপডেটের জন্য নজর রাখুন-

এ ই সময় 17 Apr 2024 6:31 pm

ম্যাচ জিতিয়ে বাটলারের মুখে ধোনি-বিরাটের কথা

আচ্ছা গৌতম গম্ভীরকে কখনও হাসতে দেখেছেন? দেখেননি তো। তবে মঙ্গলবারের ইডেনের দর্শকরা এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়ে থাকল। সেই মুহূর্ত যখন সুনীল নারিন ৪৯ বলে সেঞ্চুরি করে ব্যাট তুলেছেন। গোটা ইডেন তখন উচ্ছাসে ভরপুর। অভিনন্দন জানাচ্ছেন কিং খানও। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়েছিল গম্ভীরের হাসি মুখ যার সাক্ষী ছিল গোটা ইডেন।

এ ই সময় 17 Apr 2024 5:00 pm

শর্ত মানলেই মিলবে বিশ্বকাপে সুযোগ! বিরাটকে বার্তা নির্বাচকদের

বিরাট কোহলিকে টি-২০ বিশ্বকাপে ওপেনার হিসেবে দেখতে চাইছেন নির্বাচকরা। তাঁরা IPL-এ ওপেনার বিরাটের ফর্ম দেখে সেটাকে টি-২০ বিশ্বকাপেও কাজে লাগাতে চাইছেন। সেক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি ওপেন করবেন বিশ্বকাপে। এটা যদি হয় তাহলে যশস্বী জয়সওয়ালকে সরতে হবে ওপেন থেকে।

এ ই সময় 17 Apr 2024 4:42 pm

দিমিত্রিই বাগান জনতার নতুন ব্যারেটো

দিন কয়েক আগেই আইএসএল শিল্ড জিতেছে মোহনবাগান। ট্রফি নেওয়ার সময় গ্যালারি ভাসছিল ৬২ হাজারি চিৎকারের। উচ্চারিত হচ্ছিল কেবল একটিই শব্দ, ‘দিমিত্রি-দিমিত্রি’। মোহনবাগানকে লিগ শিল্ড জিতিয়ে দিয়ে নায়ক তিনিই। এমনকী তিনি কোনও ম্যাচে না খেললে দলের পক্ষে সমস্যা তৈরি হচ্ছে। এ ছাড়াও দলে রয়েছেন ব্যারেটো, ওডাফা ওকোলি, সোনি নর্দে, রয় কৃষ্ণা।

এ ই সময় 17 Apr 2024 1:47 pm

রাজস্থান ম্যাচে চোট, নাইট সমর্থকদের চিন্তা বাড়ালেন রিঙ্কু

চিন্তা বাড়ল নাইট সমর্থকদের জন্য। রাজস্থানের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে চোট পেলেন রিঙ্কু সিং, যার ফলে তিনি ফিল্ডিং করতে নামলেন না। রিঙ্কু পুরোপুরি ফিট না হলে তাঁকে মাঠে নামানো হবে না বলে জানানো হয়েছে KKR-এর পক্ষ থেকে। ফলে রিঙ্কুর চোট নতুন করে চিন্তায় ফেলল।

এ ই সময় 17 Apr 2024 1:37 pm

বল বদলেই আসবে সাফল্য! IPL-এ বড় পরিবর্তনের দাবি গৌতম গম্ভীরের

ভারসাম্য হারাচ্ছে IPL। প্রায় প্রতিটা ম্যাচে বড় রান হচ্ছে, বোলারদের কোনও অস্ত্র কাজে লাগছে না। এই বিষয়ে এবার BCCI-কে পরামর্শ দিলেন গৌতম গম্ভীর। সাক্ষাৎকারে তিনি বল প্রস্তুতকারী সংস্থাকে বদলে ফেলার দাবি জানান। বর্তমান বল বোলারদের সাহায্য করে না বলে তিনি দাবি করেন।

এ ই সময় 17 Apr 2024 12:26 pm

'ট্রফি ক্লাবেই থাকবে, কোথাও যাবে না', শিল্ড নিয়ে সমর্থকদের বার্তা মোহনবাগান কর্তার

ISL শিল্ড জেতার পর মোহনবাগান ক্লাবে ট্রফি নেই বলে সমর্থকদের অভিযোগ। তাঁদের আশ্বস্ত করে পুরো বিষয়টা নিয়ে মুখ খুললেন দেবাশিস দত্ত। জানালেন, পুরো মরসুম শেষে সেলিব্রেশন হবে এবং ট্রফি ক্লাবেই থাকবে সমর্থকদের দেখার জন্য। আপাতত দল ISL-এর দিকে নজর দিচ্ছে বলে জানান তিনি।

এ ই সময় 17 Apr 2024 11:31 am

বল হাতে হাফসেঞ্চুরি, 'দাতাকর্ণ' স্টার্কের জেরেই হার? প্রশ্ন সমর্থকদের

ফের ব্যর্থ হলেন মিচেল স্টার্ক। কলকাতা নাইট রাইডার্সের ২৪.৭৫ কোটি টাকার বোলার স্টার্ক এদিন ৫০ রান দিলেন। ডেথ ওভারে অতিরিক্ত রান দিয়ে তিনি দলের লড়াই কঠিন করেছেন। তাঁর বোলিংয়ে মোটও খুশি হতে পারেননি সমর্থকরা। রান দেওয়ার পাশাপাশি উইকেট নিতেও অক্ষম স্টার্ক।

এ ই সময় 17 Apr 2024 12:16 am

মোক্ষম মুহূর্তে মিচেল স্টার্কের বড় ভুল, ইডেনে জশের জোশে KKR-এর হার

ম্যাচটা ছিল KKR-এর কাছে লিগ তালিকায় শীর্ষে যাওয়ার আর রাজস্থানের কাছে লক্ষ্য ছিল লিগ তালিকায় শীর্ষস্থান ধরে রাখা। সেটা করে রাখল রাজস্থান। জস বাটলারের দাপটে KKR-কে শেষ বলে পরাস্ত করল রাজস্থান রয়্যালস। দুই উইকেট বাকি থাকতে তারা জিতে গেল। ১০৭ রানে অপরাজিত থাকলেন বাটলার।

এ ই সময় 16 Apr 2024 11:43 pm

সেঞ্চুরি করেই গম্ভীরের বুকে, 'ঘরের মাঠ' ইডেনে নারিনের ধামাকা

অবশেষে বহু প্রতিক্ষিত সেঞ্চুরি পেলেন সুনীল নারিন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৯ বলে তিনি ১০০ রান করলেন। ১০৯ রান করে থামল তাঁর ইনিংস। নারিন এদিন শুরু থেকে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন। সেঞ্চুরির হাত ধরে অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনি তৃতীয় স্থানে জায়গা করে নিলেন।

এ ই সময় 16 Apr 2024 9:15 pm

মুম্বইয়ের ক্যাপ্টেন্সি না অন্য সমীকরণ? কেন সকলের ঘৃণার পাত্র হলেন হার্দিক?

বিগত কয়েকমাসে ভারতীয় ক্রিকেটে শুধুমাত্র একটাই নাম ঘোরাফেরা করেছে। তিনি হলেন হার্দিক পান্ডিয়া। অধিকাংশ ক্ষেত্রেই তিনি যে সমালোচনার মুখে এসে দাঁড়িয়েছেন, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। সম্প্রতি, মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ পারফরম্যান্স হার্দিকের অবস্থা আরও শোচনীয় করে তুলেছে।

এ ই সময় 16 Apr 2024 7:00 pm

রাজস্থানকে হারালেই টেবিল টপার, ঘরের মাঠে এগিয়ে KKR

Kolkata vs Rajasthan: লিগ তালিকায় শীর্ষ স্থানে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এটা হচ্ছে ইডেনে, ফলে অনেক এগিয়ে রয়েছে নাইটরা। ম্যাচটা জিতলে শীর্ষে উঠে যাবে শ্রেয়স আইয়াররা। দলের প্রতিটা বিভাগ ছন্দে রয়েছে। ম্যাচের প্রতিটা আপডেট পান

এ ই সময় 16 Apr 2024 6:23 pm

'আমার এটাই চাই...', ম্যানেজার পূজার কাছে মিষ্টি আবদার শাহরুখের

গত রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দলের খেলা দেখতে এসেছিলেন শাহরুখ খান। এই ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে কলকাতা ২৬ বল বাকী থাকতেই ৮ উইকেটে জয়লাভ করে। ম্যাচের শেষে তিনি কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের সঙ্গে দেখা করেন। সেইসময়ই ম্যানেজার পূজার কাছে এই আবদারটি করেছেন।

এ ই সময় 16 Apr 2024 4:52 pm

টি-২০ বিশ্বকাপে আদৌ খেলবেন হার্দিক? সিদ্ধান্তে সিলমোহর আগরকরের

চলতি ইন্ডিয়ান সুপার লিগে এমনিতেই হার্দিক পান্ডিয়া একেবারে জঘন্য পারফরম্যান্স করছেন। এই পরিস্থিতিতে আসন্ন টি-২০ বিশ্বকাপে তিনি টিম ইন্ডিয়ার স্কোয়াডে সুযোগ পাবেন কি না, তা নিয়ে বিস্তর জলঘোলা হতে শুরু করেছে। সূত্রের খবর, নির্বাচকরা নাকি হার্দিককে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে হলে তাঁকে বোলিং করতে হবে।

এ ই সময় 16 Apr 2024 4:21 pm

চোট না গম্ভীরের 'ব্যাড বুক'? কেন KKR-এর প্রথম একাদশে নেই নীতীশ রানা?

২০২৪ আইপিএল টুর্নামেন্টে কী আদৌ খেলবেন নীতীশ রানা? আপাতত এই প্রশ্ন কেকেআর সমর্থকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। গত মরশুমে শ্রেয়স আইয়ার চোট পাওয়ার কারণে নীতীশ রানার হাতেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল। কিন্তু, এই মরশুমে প্রথম ম্যাচ খেলার পরই তাঁকে আর দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যায়নি। অনেকে আবার মনে করছেন, প্রথম ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্স না করার কারণে তিনি এই দলের মেন্টর গৌতম গম্ভীরের ব্যাড বুকে চলে গিয়েছেন।

এ ই সময় 16 Apr 2024 3:02 pm

'ধন্যবাদ সমর্থকদের...', মোহনবাগানের সাফল্যে উচ্ছ্বসিত সঞ্জীব গোয়েঙ্কা

চলতি ইন্ডিয়ান সুপার লিগে এক অনন্য সাফল্য অর্জন করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই টুর্নামেন্টে তারা ইতিমধ্যেই লিগ শিল্ডের খেতাব জয় করেছে। আর দলের এই সাফল্যে যারপরনাই খুশি সঞ্জীব গোয়েঙ্কা। তিনি মোহনবাগান সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। আর সেইসঙ্গে দলের ফুটবলারদের ফাইনালের প্রস্তুতি শুরু করে দিতে বললেন।

এ ই সময় 16 Apr 2024 12:21 pm

ভারতসেরা হয়ে অনন্য নজির, মোহনবাগানকে শুভেচ্ছা মমতার

সোমবার ভারতীয় ফুটবলে ইতিহাসের এক নয়া অধ্যায় লিখেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা প্রথমবার এই টুর্নামেন্টের লিগ শিল্ডের খেতাব জয় করে নিয়েছে। এই ম্যাচে ২-১ গোলে জয়লাভ করেছে সবুজ মেরুন ব্রিগেড। আর এই জয়ের পরই মেরিনার্সদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটবলারদের পাশাপাশি তিনি কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টকেও শুভেচ্ছা জানিয়েছেন।

এ ই সময় 16 Apr 2024 11:40 am